# | ben | zhs |
---|
1 | দক্ষিণ এশিয়া: ২০০৯ সালের ঘটনাবলি ফিরে দেখা (দ্বিতীয় খণ্ড) ২০০৯ সালে দক্ষিণ এশিয়া ঘটে যাওয়া বেশ কিছু প্রধান ঘটনার উপর আমরা দৃষ্টি প্রদান করেছি। | 南亚:2009年回顾(Part 2) |
2 | এটি এই সব বিষয়ের উপর লেখা দ্বিতীয় কিস্তি, যা এই এলাকার নাগরিক সাংবাদিকদের চোখে ধরা পড়েছে। | 这是我们透过公民记者的观点,回顾2009年南亚国家所发生的一些主要事件的第二部分。 |
3 | যদি আপনি প্রথম অংশটি কোন কারণে না পড়ে থাকেন, তা হলে এখানে প্রথম খণ্ডটি রয়েছে। | 如果您先前错过了第一部分,连结在此。 |
4 | মালদ্বীপের রাজধানী মালে, ছবি ফ্লিকার ব্যবহারকারী মোড-এর এবং এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 马尔代夫的首都,Male。 |
5 | মালদ্বীপে ২০০৯ সালের প্রথম চারমাসে বেশ কিছু ভিন্নমতাবলম্বী ও অভিযুক্ত ইসলাম বিরোধী ওয়েবসাইটকে নিষিদ্ধ করা হয় এবং বিষয়টি ব্লগ জগৎে এক বিতর্কের সৃষ্টি করে। | 图片由Flickr使用者mode提供,并根据创用CC授权。 |
6 | এই বিতর্ক ছিল নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। | 2009年的第一季里,马尔代夫网络上的几个持不同政见和所谓的反伊斯兰网站遭到过滤,这在部落圈里引发辩论并质疑禁令背后的政治动机。 |
7 | ব্লগাররা মন্তব্য করেছে যে, ওয়েবসাইট বন্ধ করে কর্তৃপক্ষ বাক স্বাধীনতাকে বাঁধাগ্রস্ত করেছে এবং তারা “ইন্টারনেটকে ইন্ট্রানেট বা সীমাবদ্ধ নেটওয়ার্কে পরিণত করে ফেলছে”। | 博客评论说,藉由封锁网站,当局正在妨碍言论自由并把网际网络变成内部网络。 |
8 | মালদ্বীপের সংবাদিকদের জন্য এ বছরটি বেশ কঠিন ছিল। বেশ কিছু ব্লগ জানায় প্রকাশিত কয়েকটি সংবাদের কারণে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় অথবা তাদের হুমকি প্রদান করা হয়। | 部分博客报导,对马尔代夫的记者而言亦是艰难的一年,因为部分记者因其工作性质而遭到身体虐待及威胁。 |
9 | এ বছর মালদ্বীপে প্রথম উন্মুক্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। | 今年马尔代夫举行了首次自由的议会选举,5月时超过400名候选人竞逐77个议会席次。 |
10 | মে মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে সংসদের ৭৭টি আসনের জন্য ৪০০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। | 由于马尔代夫站在受气候变迁影响的第一线,在马尔代夫有几个组织已经为哥本哈根的气候变化会议做好准备。 |
11 | জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, মালদ্বীপ তাদের মধ্যে সামনের সারিতে রয়েছে। | 尼泊尔毛派抗议。 |
12 | কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে মালদ্বীপের বেশ কয়েকটি সংগঠন এর গতি বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছিল। | 图片由Flickr用户izahorsky提供,使用创用CC授权。 |
13 | নেপালে মাওবাদী প্রতিবাদ। ছবি ফ্লিকার ব্যবহারকারী আইজাহর্স্কির, ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 对这个位于喜玛拉雅山脉的国家而言,今年是个动荡的一年。 |
14 | হিমালয়ের কোলে বাস করা নেপালী জাতির জন্য এ বছরটি বেশ সমস্যাপূর্ণ ছিল। | 2009年可以被称为示威抗议年:不论是政党或少数族裔团体,他们都采取占据街头并关闭企业和办公室的手段来表达诉求及抗议。 |
15 | নেপালে ২০০৯ সালকে প্রতিবাদের বছর হিসেবে চিহ্নিত করা যেতে পারে: রাজনৈতিক দল বা সংখ্যালঘু সম্প্রদায় যারাই হন না কেন, তারা দাবি আদায় বা প্রতিবাদ করার জন্য রাস্তা দখল করে রেখেছিল এবং দেশটির ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ করে রেখেছিল। | 4月时曾有传言,一些尼泊尔军队的将领正计划一场「软政变」,以对付毛派领导人及总理Prachanda罢黜总参谋长Rookmangud Katwal的计划。 |
16 | এপ্রিল মাসে দেশটিতে গুজব ছড়িয়ে পড়ে যে সামরিক বাহিনীর বেশ কয়েকজন জেনারেল এক “সাধারণ রক্তপাতহীন সেনা অভ্যুত্থান ঘটাতে” যাচ্ছে। | 博客们也加入这两者的分裂。 |
17 | তারা এটি করতে যাচ্ছে দেশটির মাওবাদী নেতা ও প্রধানমন্ত্রী প্রচন্ডের বিরুদ্ধে। সে সময় প্রচন্ড দেশটির সামরিক বাহিনীর প্রধান রুকমানগাদ কোতোয়ালকে বরখাস্ত করেছিলেন। | 冲突加剧,当总统Ram Baran Yadav恢复被解职的军队参谋长Rookmangud Katwal职位后,Prachanda总理辞职下台。 |
18 | ব্লগাররা বছরের মাঝামাঝি চার মাস সময় ধরে চলা উভয়ের মধ্য সৃষ্ট এই ফাটল নিয়ে লিখেছে। | 由于不知道未来谁会领导尼泊尔,尼泊尔陷入政治不确定。 |
19 | এরপর এই দ্বন্দ্ব গুরুতর আকার ধারণ করে। | 而毛派分子宣布了新一轮对抗总统的示威活动。 |
20 | যখন দেশটির রাষ্ট্রপতি রাম বরন যাদব বরখাস্ত হওয়া সামরিক বাহিনীর প্রধান রুকমানগাদ কোতোয়ালকে পুনরায় বহাল করে, তখন প্রধানমন্ত্রী প্রচন্ড পদত্যাগ করে। | 尼泊尔总理Madhav Kumar,图像由维基百科的Utudanuki提供。 |
21 | এই ঘটনাটি নেপালে এক রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি করে। প্রচন্ডের পদত্যাগের পরে ভবিষ্যৎ-এ দেশটির নেতৃত্ব প্রদান কে করবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। | 尼泊尔在其新的总理,尼泊尔共产党(联合马列)的资深领导人及前总书记Madhab Kumar上任后有了新的开始。 |
22 | ঘটনার পরপরই মাওবাদীরা দেশটির রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন করে প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দেয়। | 然而与毛派合作似乎对尼泊尔总理是一项艰钜的任务。 |
23 | প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, ছবি উটুডানুকির, উইকিপিডিয়ার সৌজন্যে। | 由于毛派和政府之间的和平进程仍处于动荡之中,直到今年结束尼泊尔政局仍未传出好消息。 |
24 | নতুন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালকে নিয়ে নেপাল নতুন ভাবে যাত্রা শুরু করে। তিনি অন্যতম কমিউনিষ্ট নেতা এবং নেপাল কমিউনিষ্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক (ইউনাইটেড মার্ক্সসিস্ট ও লেলিনিস্ট)। | 尼泊尔于国际透明度指标(TI)的反贪腐指数中持续下滑,贪污现象蔓延的规模超出了政府和政客到了社会生活中,已经妨碍了尼泊尔的发展。 |
25 | তবে মাওবাদীদের সাথে কাজ করা, নতুন প্রধানমন্ত্রীর জন্য পাহাড়ে চড়ার মত এক কঠিন কাজ হতে যাচ্ছে। | 提到光明面也有些成果,例如在尼泊尔成功的生质沼气革命。 |
26 | বছর শেষে নেপালের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশবাসীদের জন্য কোন শুভ সংবাদ ছিল না। | 2009年3月巴基斯坦律师和政治活跃人士安排了游行和静坐示威的活动,要求恢复被免职的法官。 |
27 | এর কারণ মাওবাদী ও সরকারের মধ্য শান্তি আলোচনা অনিশ্চয়তায় ঝুলে রয়েছে। | 公民记者现场报导了这次活动。 |
28 | ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামক (টিআই) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের সূচকে নেপালের অবস্থানের অবনমন ঘটেছে এবং দেশটির দুর্নীতি সরকার ও রাজনীতিবীদদের ছাপিয়ে নেপালের সামাজিক জীবনে ছড়িয়ে পড়েছে যার ফলে উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। তবে নেপালের কিছু উজ্জ্বল দিক রয়েছে। | 政府最后屈服于广大民众的压力,恢复了巴基斯坦首席大法官Iftikhar Mohammed Chaudhry的职务。 |
29 | এ বছর দেশটির বেশ কিছু অর্জনও রয়েছে, যেমন তারা বায়ো গ্যাস বা জ্বৈব জ্বালানী ব্যবহারে এক বিপ্লব সাধন করেছে। | 民主获得胜利。 |
30 | ২০০৯ সালের মার্চ মাসে পাকিস্তানের আইনজীবী এবং রাজনীতিবীদরা অপসারিত বিচারকদের পুনরায় নিয়োগ করার দাবিতে একটি বিশাল লং মার্চ (প্রতিবাদ মিছিল) বের করে। | 然这场胜利带出一个问题,巴基斯坦的下一步该如何走。 |
31 | সে দেশের নাগরিক সাংবাদিকরা পুরো ঘটনার সংবাদ সরাসরি উপস্থাপন করে। | 早前今年巴基斯坦政府与塔利班的停火协议于巴基斯坦引发许多争论。 |
32 | দেশটিতে এ বছর গণতন্ত্রের জয় হয়। যখন সরকার জনতার চাপের কাছে নতি স্বীকার করে এবং পাকিস্তানের পদচ্যুত প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে পুনরায় পূর্বকার পদে বহাল করে, তখনই এই বিজয় অর্জিত হয়। | 一些博客认为,这纸和平协议将付出巨大代价,形同遗弃斯瓦特河谷地区的人民给塔利班的战士,并暗示斯瓦特河谷的暴力事件将不会因此结束。 |
33 | জনতার এই বিজয় এক প্রশ্ন তৈরি করে, এরপর পাকিস্তানে কি ঘটবে। | 他们是对的,因为塔利班的攻势极度扩大。 |
34 | তালেবানদের সাথে সরকারের শান্তি চুক্তি পাকিস্তানে বড় আকারে এক বিতর্কের জন্ম দেয়। | 在斯里兰卡板球队被袭击后,拉合尔郊区一座警方训练营遭重装恐怖份子攻击并造成多人死,拉合尔再度成为新闻焦点。 |
35 | অনেক ব্লগার মনে করেন অনেক মূল্য প্রদান করার বিনিময়ে এই শান্তি চুক্তি অর্জিত হল এবং এর ফলে সোয়াত উপত্যকার লোকদের পরিত্যক্ত ঘোষণা করা হল। এই চুক্তির মাধ্যমে তালেবান যোদ্ধাদের হাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং ব্লগাররা ধারণা দেয় যে, এতে সোয়াত অঞ্চলে চলা সংঘর্ষের কোন অবসান ঘটছে না। | 斯瓦特难民,图片提供:Awab Alvi博士(teeth.com.pk/blog) |
36 | তারা ঠিক ছিল, কারণ তালেবানদের আক্রমণ প্রচণ্ড আকারে বেড়ে যায়। | 巴基斯坦军队开始反击塔利班后造成巴基斯坦陷入类似内战的景况。 |
37 | শ্রীলংকার ক্রিকেট দলের উপর হামলার পর, আবার লাহোর আলোচনায় চলে আসে। | 由于对塔利班叛乱份子的军事猛攻,巴国正遭受一场严重的人道危机,国内流离失所的人们数量惊人。 |
38 | এবার লাহোর উপশহরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপর ভারী অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হামলা করে। | 数月后,巴基斯坦政府安排他们返回家园,然遣返的处理过程中造成许多争论。 |
39 | এই প্রচণ্ড হামলায় অনেক লোক মারা যায়। | 整个撤离与遣返行动在巴基斯坦历史上是场可怕的悲剧。 |
40 | সোয়াত এলাকার উদ্বাস্তুরা, ছবি ডা আওয়াব আলভির সৌজন্যে (টিথ. কম. | 然而故事尚未结束。 |
41 | পাক/ব্লগ)। পাকিস্তানী সামরিক বাহিনী তালেবানদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে এবং পাকিস্তান গৃহযুদ্ধের মত এক পরিস্থিতিতে পড়ে যায়। | 巴基斯坦军队在南部瓦济里斯坦(Waziristan)打击塔利班的行动中导致人们为了安全而大规模逃亡。 |
42 | একই সাথে দেশটি বেশ কিছু মানবিক সমস্যায় জড়িয়ে পড়ে যখন এই তালেবান বিদ্রোহ দমন করতে গিয়ে যুদ্ধ শুরু হবার ফলে বেশ কিছু আভ্যন্তরীণ জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়ে। | 与此同时,塔利班所造成的混乱仍持续着。 |
43 | কয়েক মাস পড়ে পাকিস্তানী সরকার তাদের পুনরায় আবাসনের ব্যবস্থা করে, কিন্তু এই পরিস্থিতি যে ভাবে মোকাবেলা করা হয় তা বেশ বিতর্কের সৃষ্টি করে। যে ভাবে তারা বাস্তুচ্যুত হয় এবং পরে তাদের ফিরে আসার প্রক্রিয়া ছিল পাকিস্তানের ইতিহাসে এক ভয়াবহ বেদনাদায়ক অধ্যায়। | 于白沙瓦(Peshwar)、拉瓦尔品第(Rawalpind)、卡拉奇(Karachi)以及该国其他地区发生无数自杀式恐怖攻击。 |
44 | তবে এই শোকগাঁথা এখনো শেষ হয় নি। | 博客阐述了忿怒的巴基斯坦人团结起来反抗塔利班的攻势。 |
45 | দক্ষিণ ওয়াজিরস্তানে তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের ফলে নিরাপত্তার খাতিরে গণহারে লোক এই এলাকা থেকে পালিয়ে যায়। | 在塔利班领导人Baitullah Masud传出死亡的消息后总算有些喘息空间。 |
46 | এদিকে তালেবানদের দ্বারা সৃষ্টি বিশৃঙ্খলা চলতেই থাকে। তারা অসংখ্য আত্মঘাতী বোমা হামলা চালায়। | 然而塔利班仍继续他们的肆意杀戮。 |
47 | এসব হামলা সংঘটিত হয় পেশোয়ার, রাওয়ালপিন্ডি, করাচির মত শহরে এবং দেশের অন্যান্য স্থানে। ব্লগাররা এইসব ঘটনার ফলে ক্ষুব্ধ পাকিস্তানীদের প্রতিবাদের কথা বিস্তারিত ভাবে তুলে ধরে। | 此外,巴基斯坦也困扰于戈杰拉(Gojra)及卡拉奇(Karachi)的教派骚乱。 |
48 | তাদের প্রতিবাদ ছিল তালেবানদের এইসব ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে। | 透过Twitter的绿色加油运动 |
49 | এর মাঝে এইসব আক্রমণে কিছুটা বিরতি ঘটে যখন তালেবান নেতা বায়তুল্লাহ মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। | 2009年活跃的巴基斯坦公民记者,试图将该国从恐怖主义和恶化的治安中夺回。 |
50 | তবে তা তালেবানদের এইসব উদ্দেশ্যবিহীন হত্যাকাণ্ড থামায় নি। এ বছর পাকিস্তানের গোজরা এবং করচিতে ধর্মীয় দাঙ্গার ঘটনা ঘটে। | 值得注意的网络运动包括「绿色加油运动」和「收回高科技运动」。 |
51 | এইসব বিষয়ও পাকিস্তানকে বিপদে ফেলে দেয়। টুইটারের মাধ্যমে গো গ্রীন প্রচারনা। | 巴基斯坦国民议会也通过一项禁止家庭暴力的法案,进一步朝着正确的方向迈进一步。 |
52 | পাকিস্তানের নাগরিক সাংবাদিকরা ২০০৯ সালে সক্রিয় ভাবে চেষ্টা করেছে দেশটির সন্ত্রাসবাদ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কমিয়ে আনার উদ্যোগ নিতে। এর জন্য তারা অনলাইনে উল্লেখযোগ্য কয়েকটি প্রচারণা চালায়, যার মধ্যে “গো গ্রীণ প্রচারণা” ও “টেক ব্যাক দা টেক প্রচারণা” ছিল উল্লেখযোগ্য। | 2009年对于斯里兰卡人而言,代表着与猛虎组织(LTTE)间血腥痛苦的战事结束,虽然是场有争议的胜利,仍为长期遭受苦难的国家带来了希望。 |
53 | পাকিস্তান এ বছর সঠিক পথে এক ধাপ এগিয়ে যায়, যখন দেশটির জাতীয় সংসদ গৃহে সংঘটিত নির্যাতন প্রতিরোধ আইন পাস করে। | 为Lasantha Wickramatunga送葬的队伍,照片由Indi.ca提供,使用创用CC授权。 |
54 | শ্রীলংকার জনগণের জন্য ২০০৯ সালটি চিহ্নিত হয়ে থাকবে তামিল বিদ্রোহীদের (এলটিটিইর) সাথে রক্তাক্ত এবং তিক্ত যুদ্ধের অবসানের বছর হিসেবে। যদিও এই বিজয় অর্জনের প্রক্রিয়া ছিল বিতর্কিত, তবুও এটি জাতির জন্য এক আশা বয়ে এনেছে। | 支持猛虎组织的意见持续遭到压制,斯里兰卡的一个主要广播网络Sirasa电视台的工作室遭到袭击,直言不讳批评政府的Lasantha Wickrematung(周日领袖的编辑)被谋杀。 |
55 | এই যুদ্ধ জাতিকে অনেক লম্বা সময় ধরে ভুগিয়েছে। লাসান্থা উইক্রামাতুঙ্গার অন্ত্যষ্টিক্রিয়া যাত্রা, ছবি ইনডি. | 1月时,斯里兰卡总统Mahinda Rajapakshe正式宣布,于战斗中遭受重大损失后,政府军攻占猛虎组织叛军的实际总部Kilinochchi。 |
56 | কা-এর সৌজন্যে পাওয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। এলটিটিইপন্থী কণ্ঠস্বরকে এ বছরও দমন করার চেষ্টা চলছে। | 然评论家指出「当猛虎组织失去坦米尔人民和斯里兰卡的坦米尔侨民支持时,才算是真正的胜利。 」 |
57 | এটা প্রমাণ হয় যখন শ্রীলংকার অন্যতম টিভি অনুষ্ঠান সম্প্রচার কেন্দ্র সিরাসা টেলিভশনের স্টুডিও আক্রমণের শিকার হয় এবং সরকারের বিরুদ্ধে উন্মুক্ত সমালোচনাকারী লাসান্থা বিক্রমাতুঙ্গাকে (সানডে লিডার পত্রিকার সম্পাদক) খুন করা হয়। | |
58 | জানুয়ারি মাসে শ্রীলংকার রাষ্ট্রপতি মাহিন্দ্রা রাজাপাক্ষে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন যে, সরকারি বাহিনী এলটিটিই বিদ্রোহীদের প্রধান ঘাঁটি বলে পরিচিত কিলিনোচ্চি দখল করেছে নিয়েছে। | 坦米尔猛虎解放组织(猛虎组织)仍掌握斯里兰卡北部的一小部分土地,但很多无辜平民仍被困在战区。「 |
59 | এক সম্মুখ যুদ্ধে প্রচণ্ড ক্ষয়ক্ষতির পর তারা এটি দখল করতে সমর্থ হয়। তবে ধারাভাষ্যকাররা বলেন, “প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন এলটিটিই তামিল নাগরিক এবং শ্রীলংকার প্রবাসী তামিলদের সমর্থন হারিয়ে ফেলবে”। | 国际社会」和国际媒体被双方的宣传和互相的指控所困惑,因此他们能为被困在战区的平民做的并不多。 |
60 | শ্রীলংকার উত্তরের কিছু অংশ লিবারেশন টাইগার তামিল ইলম (এলটিটিই)-এর দখলে তখনও ছিল। কিন্তু অনেক নিরপরাধ লোক এই যুদ্ধ ঘোষিত এলাকায় এখনো আটকে পড়ে আছে। | 当猛虎组织领导人Vellupillai Prabhakaran战败被杀后战争等同结束。 |
61 | “আন্তর্জাতিক সম্প্রদায়” এবং “আন্তর্জাতিক প্রচার মাধ্যম” উভয় পক্ষের প্রচারণা ও একে অপরের উপর করা অভিযোগের কারণে বিভ্রান্ত হয়ে পড়ে। | 许多阴谋论浮现指出Prabhakaran的死亡仍有争议,有些人还借助Photoshop来证明他还活着。 |
62 | এর ফলে তারা যুদ্ধ এলাকায় আটকা পড়া মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি। | 斯里兰卡国内流离失所者营地。 |
63 | কার্যত এই যুদ্ধ তখনই শেষ হয় যখন এলটিটিই-র নেতা ভেলুপিল্লাই প্রভাকরন যুদ্ধে পরাজিত ও নিহত হয়। | 照片由外交和联邦事务部提供,使用创用CC授权。 |
64 | প্রভাকরনের মৃত্যু নিয়ে অনেক গুজব ও তত্ত্ব তৈরি হয়, যা তার মৃত্যুকে বিতর্কিত করে তুলে। এমনকি অনেকে ফটোশপ নামক সফটওয়ার ব্যবহার করে সে যে বেঁচে আছে তা প্রমাণ করা চেষ্টা করে। | 战争的结束在斯里兰卡带来了和平曙光,国内绝大多数人民感到解脱和一丝希望。 |
65 | শ্রীলংকার আইডিপি বা আভ্যন্তরীণ বাস্তুচ্যুত উদ্বাস্তু শিবির, ছবি বৈদেশীক ও কমনওয়েলথ দপ্তরের সৌজন্যে পাওয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। যুদ্ধের পরিসমাপ্তি শ্রীলংকায় শান্তির বার্তা নিয়ে এসেছে এবং দেশটি উপচে পড়া তীব্র আবেগ থেকে মুক্তি পেয়েছে। | 然而许多斯里兰卡的坦米尔人仍然感到怀疑和担心,特别是居住在海外的坦米尔人,由于报导指出,超过30万居住于斯里兰卡难民营的流离失所者中「有13万人失踪」。 |
66 | এখন দেশটি শান্তির আশা করতে পারে। | 部分博客批评了这种报导。 |
67 | তবে অবিশ্বাস এবং শংকা শ্রীলংকার অনেক তামিলের মনে এখনো রয়ে গেছে, বিশেষ করে যে সমস্ত তামিল শ্রীলংকা থেকে বের হয়ে অন্য দেশে অবস্থান করেছে। | 但另一方面报导指称,关于流离失所者营地的唯一消息来源是匿名的博客文章。 |
68 | তাদের মনে এই অবিশ্বাস রয়ে গেছে কারণ, সংবাদ রয়েছে যে, ৩০০,০০০ জনের বেশি তামিল আভ্যন্তরীণভাবে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। শ্রীলংকার উদ্বাস্তু শিবিরের প্রায় ১৩,০০০ জনের বেশি তামিল নিখোঁজ রয়েছে। | 11月时,当领导消灭坦米尔猛虎解放组织的前国防部长Fonseka将军辞职,一个新成立的反对派联盟提名他竞选下届斯里兰卡总统,整个部落圈顿时活跃起来。 |
69 | এই ধরনের সংবাদের সমালোচনা কিছু ব্লগার করেছে। অন্য দিকে সংবাদ বলছে, আইডিপি বা আভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরগুলোর ক্ষেত্রে ব্লগ পোস্ট থেকে পাওয়া তথ্য, একমাত্র সংবাদ উৎস। | 希望各位喜欢我们的南亚报导,2010年我们期待为您提供更多公民记者的观点,认识这个地区人民的生活及影响他们的议题。 |
70 | নভেম্বরে শ্রীলংকার ব্লগাররা উজ্জীবিত হয়ে উঠে এক বিশেষ সংবাদে। | 如果您有兴趣做为自己国家的桥梁博客而贡献,请与我们联系。 |
71 | জানা যায় যে, প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান যিনি কিনা লিবারেশন টাইগার তামিল ইলম (এলটিটিই) বাহিনীকে পরাজিত করেছেন, তিনি তার পদ থেকে পদত্যাগ করেছে এবং নতুন ভাবে গঠিত সম্মিলিত বিরোধী জোট তাকে শ্রীলংকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। | |
72 | আমি আশা করি, আপনারা সকলে দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদ উপভোগ করেছেন এবং আমরা আশা করছি ২০১০ সালে নাগরিক সাংবাদিকরা এই অঞ্চলের জনগণ এবং তাদের উপর প্রভাব তৈরি করে এমন বিষয়ের গভীরে প্রবেশ করে বিভিন্ন তথ্য আপনাদেরকে সরবরাহ করতে পারবে গ্লোবাল ভয়েসেস এর মাধ্যমে। | |
73 | যদি আপনি একজন ব্লগার হিসেবে নিজ দেশের সংবাদ সেতুবন্ধনে অবদান রাখতে আগ্রহী হন, তা হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। | 校对:Soup |