Sentence alignment for gv-ben-20110114-14773.xml (html) - gv-zhs-20110114-7188.xml (html)

#benzhs
1রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদান সহায়তা দেবার জন্যে নাগরিক মিডিয়া প্রসার প্রকল্প প্রস্তাব আহ্বান করছে发声计划微型延伸奖助征件
2দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১১ ১১:৫৯ গ্রীনিচ মান সময়।申请截止日期:2011年2月4日11:59PM GMT
3তিন বছরের বেশী সময় ধরে রাইজিং ভয়েসেস একটি সহজ বিষয় চেষ্টা করে আসছে: কম প্রতিনিধিত্বকারী কমিউনিটি (গোষ্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কণ্ঠকে নাগরিক গণমাধ্যম ব্যবহার করে বিশ্বব্যাপী কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। আমরা এই কাজটি করছি উপেক্ষিত স্থানীয় গোষ্ঠীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দলগুলোকে আর্থিক সাহায্য করে এবং প্রযুক্তিগত সহায়তা ও মন্ত্রণা প্রদানের মাধ্যমে।全球之声发声计划三年多前创设至今,一直秉持同一项宗旨:要透过公民媒体使用经验,帮助受到忽视的族群发声,为了这项目标,我们提供微型奖助,也提供获奖 者技术与使用教学,自第一届微型奖助名单于2007年5月公布以来,我们已赞助世界各地共24个计划,帮助他们的构想成真,因为获奖计划五花八门,让发声 计划能观察这些新博客的第一手记录,瞭解世界不同地区,例如马达加斯加Tamatave、蒙古乌兰巴托等。
4২০০৭ সালের মে মাসে আমরা প্রথম ক্ষুদ্রঅনুদান কর্মসূচীর কথা ঘোষণা করেছিলাম। এ পর্যন্ত আমরা বিশ্বব্যাপী ২৪টি প্রকল্পকে ক্ষুদ্র অনুদান সহায়তা দিয়েছি যা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করছে।自2011年1月11日起,发声计划开放新一波数位媒体计划提案,欢迎非政府组织或个人申请,单一奖助金最高为4000美元,申请案应详述既创新又详细的内容,说明如何协助受忽视族群学习公民媒体技能,帮助他们发掘及运用博客、影音博客、網絡电台等工具。
5এই সব অনুদানপ্রাপ্ত প্রকল্প রাইজিং ভয়েসেসকে একটি অন্যতম ওয়েবসাইটে পরিণত করেছে যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কথা বর্ণনা করা হয়েছে।申请资格
6এখানে ব্লগারদের চোখে মাদাগাস্কারের তামাতাভে ও মঙ্গোলিয়ার উলানবাটার এর মত স্থান সম্পর্কে সবাই জানতে পারছে। ২০১১ সালের জানুয়ারীর ১১ তারিখ থেকে রাইজিং ভয়েস ক্ষুদ্র অনুদান প্রকল্পের সর্বশেষ সংস্করণ হিসেবে নতুন প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে।奖助机会开放非政府组织及个人申请,但非政府组织本身内部若无公民媒体训练人员,应与当地博客社群合作,以找到拥有所需技能的适合训练人员;另一方面,个人申请者应与期望协助族群的现有非政府组织合作,以提高申请案的成效。
7৪০০০ ইউ এস ডলার পর্যন্ত এই ক্ষুদ্র অনুদান সহায়তা দেয়া হবে সেইসব বেসরকারী এনজিও বা ব্যক্তিকে যারা বিশ্বব্যাপী ডিজিটাল গণমাধ্যম প্রসারে প্রকল্প হাতে নিয়েছে বা নিতে চাচ্ছে।
8আদর্শ প্রার্থী বিশেষ করে এনজিও বা ব্যক্তি হবেন তারাই যারা সব থেকে বেশী উদ্ভাবনীমূলকভাবে এবং বিস্তারিত প্রস্তাব দেবেন নাগরিক মিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে কম প্রতিনিধিত্ব করা গোত্রকে সাহায্য করার জন্যে।
9এই সব গোত্রগুলো নিজে থেকে নাগরিক গণমাধ্যম টুলগুলো যেমন ব্লগ, পডকাস্ট আর অনলাইন ভিডিও সম্পর্কে জানে না বা ব্যবহারে অক্ষম।
10এই অর্থসাহায্য এনজিও এবং ব্যক্তিগত প্রার্থীদের জন্যে সমানভাবে উন্মুক্ত থাকবে।适合计划类型
11তবে, যদি কোন এনজিওর কর্মী বাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক মিডিয়া প্রশিক্ষক না থাকে তাহলে এটি গুরুত্বপূর্ণ যে তারা স্থানীয় ব্লগিং কমিউনিটির সহযোগীতায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষককে খুঁজে বের করবেন।
12অন্যদিকে, ব্যক্তি প্রার্থীদের জন্যে এটিও লাভজনক হবে প্রকল্পটিকে সাফল্যমণ্ডিত করার জন্যে প্রস্তাবিত কমিউনিটির জন্যে কাজ করা কোন কার্যরত এনজিওর সাথে সহযোগীতা করা।
13রাইজিং ভয়েসেস চাচ্ছে সেইসব প্রকল্পের প্রস্তাব যা নতুন নতুন সমাজ থেকে নতুন কিছু কণ্ঠ তুলে আনতে আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
14আমরা সেই সব স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করতে আগ্রহী যারা কম প্রতিনিধিত্ব করা গোত্রের সাথে কাজ করে তাদের বিশ্বব্যাপী কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে সাহায্য করে।
15এই প্রকল্পের প্রাথমিক কাজের মধ্যে থাকবে নির্ধারিত কমিউনিটির জন্যে নাগরিক মিডিয়া ট্রেইনিং ওয়ার্কশপ আয়োজন এবং অংশগ্রহণকারীদের জন্যে সহায়তা ও মন্ত্রণা প্রদান। অনুগ্রহ করে আমাদের বর্তমান এবং প্রাক্তন প্রকল্পগুলোর তালিকা দেখুন একটি সফল প্রকল্পের ধারণা নেবার জন্যে।发声计划希望与获奖者目标一致,让新族群或弱势语言透过公民媒体加入全球網絡对话,申请案主要活动应包括举办公民媒体训练工作坊,并持续支持与协助参与者,请浏览现有及旧有奖助计划寻找灵感。
16প্রকল্প গুলো কেমন হতে পারে তার সম্ভাব্য উদাহরণের মধ্যে আছে:以下是几项申请范例:
17আগ্রহী আবেদনকারীরা একটি অনলাইন প্রস্তাব আবেদন ফর্ম (এখানে পাওয়া যাবে) পূরণ করবে, যার মধ্যে একটি বিস্তারিত বাজেট থাকবে।申请流程
18আপনারা যদি এই আবেদনপত্রটি অফলাইনে পূরণ করে পরে আপলোড করতে চান তবে এটি (পিডিএফ হিসেবে) ডাউনলোড করতে পারবেন এখান থেকে। যদিও আমরা বিশ্বের বিভিন্ন স্থানের ও ভাষাভাষী প্রকল্পকে উৎসাহিত করি, সব আবেদনপত্রই ইংরেজী ভাষায় পূরণ করতে হবে।申请人请填写網絡表格,详载各项预算,若各位希望下载申请书,填写完毕后再上传,请在此下载PDF档案,我们欢迎与鼓励世界各地民众提案,唯表格请以英文书写。
19অনলাইন আবেদন ফর্ম網絡申请表
20রাইজিং ভয়েসের আউটরিচ অনুদান ২০০০ থেকে ৪০০০ ইউ এস ডলারের মধ্যে হবে। অনুগ্রহ করে চিন্তা করবেন, সুনির্দিষ্ট আর বাস্তববাদী হবেন বাজেট প্রনয়ণের সময়।单一计划奖助金额介于2000美元与4000美元之间,表列预算时请尽量详尽与务实,您的申请总预算若能低于4000美元,亦能帮助我们奖助更多计划。
21আবেদনকারীদের উৎসাহিত করা যাচ্ছে যে দরকারী না হলে ৪০০০ ডলারের সীমার অনেক নীচে বাজেটের অর্থ রাখতে কারণ ছোট আকারে অনুদান প্রদান অধিক সংখ্যক প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেবে। দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৪ঠা ফেব্রুয়ারী, ২০১১ ১১:৫৯ গ্রীনিচ মান সময়।申请截止日期为2011年2月4日11:59PM GMT,案件寄出后,申请人均会收到确认电子邮件,审查人包括全球之声干部、志工,以及过往奖助计划成员,获奖名单将于2011年2月28日公布。
22সব আবেদনকারী আবেদন প্রাপ্তির স্বীকৃতি ইমেইলের মাধ্যমে পাবেন।获奖计划工作项目
23এইসব প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করবে গ্লোবাল ভয়েসেস এর কর্মী, স্বেচ্ছাসেবক আর প্রাক্তন প্রকল্পের সদস্যদের একটি কমিটি। আমরা সফল অনুদানপ্রাপ্তদের নাম ঘোষনা করব ২৮শে ফেব্রুয়ারী ২০১১ এর মধ্যে।获奖计划将列名在全球之声网站中,获奖者必须签署奖助协议,内容包括使用奖助金的会计、回报及其他相关规范;获奖者必须定期在发声计划网站上公布进度、定期与发声计划成员沟通,并积极参与发声计划社群活动。
24সফল প্রকল্পগুলোকে গ্লোবাল ভয়েসেস নেটওয়ার্কে বিশেষ ভাবে তুলে ধরা হবে। অনুদানপ্রাপ্তদের একটি অনুদান চুক্তি সই করতে হবে যাতে হিসাব, রিপোর্টিং এবং অনুদান বিতরণ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বর্ণিত থাকবে।如有任何问题,欢迎在留言区提出,或寄送电子邮件至eddie [at] globalvoicesonline [dot] org。
25সফল অনুদানপ্রাপ্তদের রাইজিং ভয়েসেস ওয়েবসাইটে নিয়মিত প্রকল্প সংক্রান্ত সংবাদ প্রকাশ করতে হবে, রাইজিং ভয়েসেস কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং রাইজিং ভয়েসেস কমিউনিটির সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতে হবে।
26আপনারা আপনাদের জিজ্ঞাস্য সম্পর্কে আমাদের জানাতে পারেন নিচের মন্তব্যের অংশে বা অনুগ্রহ করে eddie [at] globalvoicesonline.org এই ঠিকানায় ইমেইল পাঠিয়ে দিন।校对:Soup