# | ben | zhs |
---|
1 | ইউক্রেইন: ধ্বংসস্তূপ আর লোভ | 乌克兰:废墟和贪婪 |
2 | লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সাবেলফ অডেসার সমুদ্রের ধারের একটা যুবাদের ক্যাম্পের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করেছেন আর জায়গাটার সাম্প্রতিক ইতিহাস বর্ণনা করেছেন। দূর্ভাগ্যবশত: বর্তমান ইউক্রেইনের একটি সাধারণ দৃশ্য এটি: | LJ用户sabeloff张贴了一些在敖德萨 (Odesa)海滨的先少队营的废墟和分享那个地点的近期历史(俄罗斯文)- 不幸的是,这样的景象在今天的乌克兰相当普遍: |
3 | অডেসার বলশই ফন্টানের ১৩তম স্টেশনের কাছে এটি একটি পুরোন ক্যাম্প। | […]这是一个在敖德萨Bolshoi Fontan第13站附近的古老的夏令营。 |
4 | এটি পুরোপুরি জনশূণ্য, যেটা আশ্চর্যজনক, কারন এর চারিদিকে অভিজাত বাড়ি। | 这里一片荒芜的景象很令人惊讶,因为它周围都是些毫宅。 |
5 | এই ধরনের জায়গার চাহিদা অনেক ছিল। | 这些类土地的需求度曾经是相当高的。 |
6 | এই জমির গল্প অনেকটা এই রকম: ক্যাম্পসহ এই জায়গা অনেক টাকা দিয়ে কিনে নেয়া হয় (কতো তা জানা যায়নি) আর সিদ্ধান্ত হয়েছিল এখানে একটা বহুতল অভিজাত বাড়ি নির্মান করা হবে। | 这片土地的故事大概是这样的: 这块土地和营地被一起以高价买入(多少资金不知道),并决定建立一个多层楼的毫宅。 |
7 | অদ্ভুত সিদ্ধান্ত, কারন চারদিকের অভিজাত বাড়ী আছে, যাদের মালিকরা সমুদ্রের বদলে বহুতল ভবন দেখতে চাইবেন না। | 这是一个奇怪的决定,因为其它「酷」毫宅的主人,并不想要自家窗口的海 景被多层楼的建筑挡住。 |
8 | তাই এই অভিজাত বহুতল ভবনের নির্মাণ বাতিল করা হয়। | 这个多层建筑的计划被取消。 |
9 | মালিক পক্ষ জমি বিক্রির সিদ্ধান্ত নেন। | 业主决定出售这块地。 |
10 | গত গ্রীষ্মে তাদেরকে ১৩০,০০০ মার্কিন ডলার বলা হয় [প্রতি ১০০ বর্গ মিটারের জন্য] কিন্তু তারা চাইছিল ১৫০,০০০ মার্কিন ডলার। | 在去年夏天有人出价每[一百平方米]十三万元,但他们想要十五万元。 |
11 | হেমন্তে ১৩০,০০০ এ তারা রাজি ছিল, কিন্তু ক্রেতারা তাদের দাম ১০০,০০০ ডলারে নামিয়ে আনেন। আর পরে সিদ্ধান্ত নেন আর না কেনার… গত অর্ধ বছরে, জমি কেনার জন্য আর কোন প্রস্তাব আসে নি। | 秋天时,他们 接受十三万,但买主降了价,出价十万元,之后又决定不买了…在过去的半年内,这块地连一个有兴趣的买家都没有。[ …] |
12 | এলজে ব্যবহারকারী ইয়েল্পাট এই পোস্টের উপরে একটি মন্তব্য করেছেন: | 这是一个LJ用户,yelpat,的回覆: |
13 | এটা অর্থনৈতিক মন্দা না। | 这不是金融危机。 |
14 | এটা লোভের মন্দা। | 这是贪婪危机。 |
15 | পেরেস্ট্রয়কার পরের মানবতা হয়ে দাঁড়িয়েছে লোভ আর যারা ধরতে সক্ষম হয়েছেন- তারা ধরেছেন। | 贪婪已成为后改革道德基础,而那些能够抢的 - 他们已经抢了。 |
16 | আর দেশটা ভেঙ্গে পড়ছে, আর মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে কারন লোভ কাঠামোকে খেয়ে ফেলেছে যাদের কাজ ছিল মানুষের উপকারে আসা। | 这个国家正在瓦解,人们逃离该国正是因为贪婪以吞噬了那些应该协助人们生活的基础建设。 校对:Soup |