# | ben | zhs |
---|
1 | উরুগুয়ে: ইন্টারনেট বিশ্বব্যাপী কার্নিভাল ছড়িয়ে দিল | 乌拉圭:藉网络散播嘉年华至全球 |
2 | গত ২৮শে জানুয়ারি উরুগুয়ের এ বছরের কার্নিভাল শুরু হয় ঐতিহ্যগত প্যারেড দিয়ে। একে প্রচার করা হয় বিশ্বের সব থেকে দীর্ঘ কার্নিভাল হিসাবে যা জানুয়ারির শেষে আরম্ভ হয়ে মার্চের প্রথমে শেষ হয় - অর্থাৎ প্রতি বছর ৪০ দিন ধরে এই উৎসব হয়। | 2010年乌拉圭嘉年华会于1月28日以传统游行揭幕,这场活动向来标榜是「世界最长的嘉年华会」,从一月下旬至三月上旬,每年共有长达40天的节庆活动,今年拜网络与社会媒体之赐,让世界各地民众都能透过阅读、聆听与观看这场盛事。 |
3 | এই বছর, ইন্টারনেট আর সামাজিক মিডিয়ার সাহায্যে সারা বিশ্বের মানুষ পড়ার, শোনার আর দেখার সুযোগ পেয়েছেন যে উরুগুয়ের কার্নিভাল কেমন। | |
4 | ড্রাম বাদকরা ক্যান্ডম্বে বাজাচ্ছেন লাস লামাডাস (ডাকা) প্যারেডের সময়ে। | 嘉年华会上的打击乐手,照片来自Flickr用户ERBR,依据创用CC授权使用 |
5 | ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী এরবার আর এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত হয়েছে। উরুগুয়ের কার্নিভালের মধ্যে বিশ্বের অন্যান্য স্থানের প্যারেডের মতো দেখা যায় রানী, ড্রামবাদক আর রঙ্গিন পোশাক পরে পথে নামা, জাতীয় বাদ্যের সাথে নাচ করা। | 乌拉圭嘉年华会就像世界上其他类似活动,都有选美皇后、打击乐手与人们穿着斑斓服装上街游行,并跟着国内著名音乐节奏起舞,其中一项重要节目为音乐竞赛,表演者在各个比赛类别里,这些项目都反映乌拉圭独特且丰富的音乐及艺术,包括murga、negros y lubolos(演奏candombe舞曲)、parodistas、humoristas、revista等。 |
6 | উরুগুয়ের কার্নিভালের সব থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল সেই প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের পছন্দের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেখানে উরুগুয়ের স্বতন্ত্র সঙ্গীত আর শৈল্পিক ঐশ্বর্য দেখান হয়: মুর্গা, নেরগ্রস ওয়াই লুবোলোস (কান্দোম্বে বাজানো), প্যারোদিস্টাশ, হুমোরিস্টাস আর রেভিস্তা। | |
7 | যেসব উরুগয়েবাসী বিদেশে থাকেন তাদের জন্য কার্নিভাল বেদনার আর স্মৃতির বিষয় হতে পারে, কিন্তু টোডো এল কার্নিভালের ব্লগ আর টুইটার পাতার সৌজন্যে কার্নিভালের দিনের অনুষ্ঠানের অডিও ওবং ভিডিও বিশ্বের কোনা কোনা থেকে উরুগুয়েবাসীরা দেখতে ও শুনতে পারে। | |
8 | টোডো এল কার্নিভাল সারা বছর ধরেই এই সেবা দিয়ে থাকে এবং এর প্রস্তুতকারী ইউরি কার্নিভাল ভিডিও আর ক্যাসেট ব্যক্তিগত ভাবে সংরক্ষণ করছেন ১৯৭০ সাল থেকে: টোডো এল কার্নিভাল, এমন একটা অনুষ্ঠান যেখানে আমি ঠিক করেছিলাম আমার কাছে থাকা সব কার্নিভালের অডিওভিজুয়াল আমি রাখবো। | 嘉年华会有时会让海外乌拉圭侨民产生忧郁与思乡之情,但感谢Todo el Carnaval博客及Twitter页面,全球乌拉圭民众能下载当天演出影音片段;网站全年都会提供嘉年华音乐,网站经营者Yuri正在为七零年代以降的录像与卡带备份: |
9 | প্রথমত ইচ্ছা ছিল এই সবের একটা সংরক্ষণাগার তৈরি করা, আর এটা এখন এই ব্লগে পরিণত হয়েছে, যা সারা বিশ্বের সাথে ভাগ করে নেয়া যায়। | 我决定藉这个网站,分享我手边有关嘉年华会的影音资料,原本我是想为这些资料备份,后来演变成这个博客,把内容分享给全世界。 |
10 | মুর্গা অনসম্বল লোস কুরতিদোরেস দে হোঙ্গোস ২০০৯ এর কার্নিভালে সঙ্গীত পরিবেশন করছেন। ছবি তুলেছেন রাউল এন্থনি (ফ্লিকার ব্যবহারকারী রান্তোনে২০০৮) যা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | Los Curtidores de Hongos乐团在2009年嘉年华会演出,照片来自Raúl Antoine(Flickr帐户rantoine2008),依据创用CC授权使用 |
11 | কার্নিভাল সরাসরি শোনাও একটা উপায়। কার্নিভালের তথ্যের জন্য জনপ্রিয় সাইট কার্নিভাল দেল ফুটুরো একটি রেডিও তৈরি করেছেন যাতে শ্রোতারা উৎসব সরাসরি শুনতে পারবেন, আর এখানে ২৪ ঘন্টার স্ট্রিমিং কাভারেজ হবে। | 人们也可以选择聆听嘉年华会现场实况,嘉年华资讯热门网站Carnaval del Futuro建立一个网络电台,让听众可收听活动现场实况,并承诺将24小时不间断服务。 |
12 | এদুয়ার্ডো গামেরো ইউটিউবে এই ভিডিও প্রকাশ করেছেন: | Eduardo Gamero提供影片: |
13 | সাংবাদিক আর ব্লগার এনরিক ফিল্গুয়েরাস ব্যাখ্যা করেছেন যে এই রেডিও সারা বছর প্রচার করবে: | 记者兼博客Enrique Filguerias说明,这个电台将全年播出: |
14 | কার্নিভাল যারা ভালোবাসেন তারা এই সংবাদে খুশি হবেন, কার্নিভাল দেল ফুটুরার সৌজন্যে এখন একটি রেডিও আছে যেখান থেকে কার্নিভাল প্রচার করা যাবে, লাগাতার কোন বাধা ছাড়া বছরের বার মাস। এপ্রিল থেকে ডিসেম্বর এই রেডিওতে স্থান থাকবে দেশের ভিতরের কার্নিভাল প্রচার করার, সান জোসে এলাকার কার্নিভালসহ, আর এরই মধ্যে অন্যান্য উপস্থাপনকারী প্রতিযোগীতার সাথে কথা বার্তা চালাচ্ছে। | 热衷嘉年华会的人士肯定乐见这个消息,Carnival del Futuro将成立电台播放嘉年华会 实况,且全 年不间断播出节目,[…]从4月至12月,电台将播出国内其他嘉年华会的记录,除了San José地区嘉年华会完整录音,也已在与其他具代表性的比赛协商。 |
15 | রেডিও মূল কিছু অনুষ্ঠানও উপস্থাপন করবে যেখানে সাংবাদিকতার সাথে সঙ্গীত মিশ্রিত থাকবে, এ ছাড়াও থাকবে সরাসরি সম্প্রচার, মন্টিভিডিওতে যেসব অনুষ্ঠান হয় তার রেকর্ডিং আর বিশের প্রতিনিধিদের ট্যুরের রিপোর্ট। | 电台亦将自制节目,结合新闻、音乐、现场实况,节目将在Montevideo录音,并由 特派记者提供报导。 |
16 | উৎসবের সময়ে সরাসরি সম্প্রচার করে এমন আর একটি অনলাইন রেডিও ব্রডকাস্টিং হল রেডিও ইউরোগুয়া, যা প্রচার করে প্রবাসী উরুগুয়েবাসীদের লোস ইউরোগুয়াস ব্লগ। | 专门提供乌拉圭侨民消息的博客Los Yoruguas也会在活动期间于网上直播实况,亦为今年嘉年华会开辟多媒体专区,提供活动资讯、影片及照片。 |
17 | লোস ইউরোগুয়াসে একটা মাল্টিমিডিয়া অংশ আছে যেখানে এই বছরের কার্নিভালের উৎসবের তথ্য, ভিডিও আর ছবি পাওয়া যাবে। কার্নিভাল দেল ফুটুরোর অংশ এল পেদ্রেগুলো নিজেকে ‘উরুগুয়ের কার্নিভালের অনলাইন কমিউনিটি‘ বলে। | Carnaval del Futuro网站另一区块El Pedregullo则为「乌拉圭嘉年华会网络社群」,这个小社群犹如社会网络,供使用者讨论活动、张贴影音记录及建立群组: |
18 | এই ছোট্ট অনলাইন কমিউনিটি সামাজিক নেটওয়ার্ক হিসাবে কাজ করে যেখানে ব্যবহারকারী অনুষ্ঠান আলোচনা করতে পারেন, ছবি আর ভিডিও পোস্ট করতে পারেন আর দল তৈরি করতে পারেন: | 这个网站是为分享与我国嘉年华会有关的一切,El Pedregullo也是比赛举办场地之名,欢迎登入后分享你的照片、影片与想法。 |
19 | আমাদের কার্নিভালের সব কিছু ভাগ করার জন্য এই সাইট তৈরি করা হয়েছে। পেড্রিগুলো হচ্ছে সেই স্থান যেখানে প্রতিযোগিতা হয়। | 乌拉圭确实拥有全球为期最长的嘉年华会,不只是官方活动共40天,还有网络及社会媒体,在一年其余325天继续增加节庆感染力。 |
20 | সাইন ইন করে আপনার ছবি, ভিডিও আর ধারণা সবার সাথে ভাগাভাগি করে নিন। | 校对:Soup |
21 | উরুগুয়েবাসী দৃঢ়তার সাথে বলতে পারেন বিশ্বের সব থেকে দীর্ঘ কার্নিভাল তাদের; কেবলমাত্র ৪০ দিনের আনুষ্ঠানিকতার জন্যই না, বরং ইন্টারনেট আর সামাজিক মিডিয়ার সাহায্যে বছরের বাকী ৩২৫ দিনেও এটি প্রভাব বিস্তার করেছে। | |