# | ben | zhs |
---|
1 | আজারবাইযান: বিদ্যালয়ে হেজাব পরা নিষিদ্ধ করে আইন চালু করা হয়েছে | 亚塞拜然:校内禁止戴头纱 |
2 | বাকুতে হেজাব পরিহিত এক ছাত্রী | 亚塞拜然一名戴伊斯兰头纱的学生 |
3 | এটি এমন এক আদেশ, যাকে অনেক বলছে দেশটিকে মুসলিম প্রভাব থেকে ধর্মনিরপেক্ষতার দিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে ইউরোপের কাছে নিয়ে যাবার চেষ্টা, আজারবাইযান অন্য অনেক দেশকে অনুসরণ করে বিদ্যালয়সমূহে ধর্মীয় এই পোশাক হেজাব পরা নিষিদ্ধ করেছে। | |
4 | নতুন এক ধর্মীয় আইনের অধীনে দেশের সরকার গত বছর বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দিয়েছে। টামাডা টেলস ব্যাখ্যা করছে, দৃশ্যত কেন এই নিষেধাজ্ঞা চালু করা হল। | 上星期,数百名抗议者在亚塞拜然首都的教育部前示威,愤怒反对新规定禁止学生在校内佩戴伊斯兰教头纱,媒体报导共有12至16人遭到逮捕。 |
5 | আজারবাইযানের বিদ্যালয় আইন অনুসারে উচ্চমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের নিজস্ব পোশাক পরতে হবে, যা সোভিয়েট ইউনিয়নের সময়কার স্কুলের পোশাকের কথা মনে করিয়ে দেয়। | 亚塞拜然采行政教分离制度,民众绝大多数为穆斯林,部分人士指出,新政策是为让国家进一步靠向欧洲,仿效他国在校园内禁止穿戴具宗教色彩的头纱;该国政府去年底实施新的宗教法规后,亦关闭数间清真寺。 |
6 | সরকার যেমনটা বলছে যে, শ্রেণীকক্ষে বাড়তে থাকা সামাজিক বৈষম্য দুর করার লক্ষ্যে এ বছর আবার নতুন করে স্কুলে নির্দিষ্ট পোশাক পরার পদ্ধতি চালু করা হয়েছে। | Tamada Tales说明为何政府下达禁令: |
7 | কঠোরভাবে ইসলামের অনুসারীদের আজারবাইযানে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়, যদিও বাইরের অনেকে বিশ্বাস করে যে, সরকার দেশটিতে ধর্মীয় মৌলবাদীদের উত্থানের ব্যাপার সচেতন। | 亚塞拜然学校要中学生穿着制服,样式与苏联时代相似,政府表示,今年重新恢复制服,是为从校园改善社会日渐不平等的现象。 |
8 | তবে বেশ কয়েকজন ব্লগার এই বিষয়টিকে ব্যক্তিগত অধিকারের উপর এক অগণতান্ত্রিক আক্রমণ বলে বিবেচনা করছে। তারা এই কাজটির যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করছে। | 据信亚塞拜然境内笃信伊斯兰教的人口占少数,不过外界许多观察家认为,政府是担心国家宗教基本教义派高涨,故多位博客认为,此举是侵犯个人权利的不民主行为,例如blog @ gurbanoff批评这项政策并未包容社会多元面貌: |
9 | যেমন ব্লগ@গুরাবানফ একে অসহনীয় এক কাজ বলে বিবেচনা করছে। | 这不是民主,而是暴力! |
10 | […] আমি মনে করি এর চেয়ে আর অদ্ভূত কোন সিদ্ধান্ত হতে পারে না।[ …] আমি ধর্মীয় শাসনের সমর্থক নেই, কিন্তু স্বাধীনভাবে ধর্ম পালন করার পক্ষে। | 我不在乎谁支持或反对伊斯兰教,也不在乎谁支持或反对佩戴头纱…重点在于,若国家试图强制改善人民穿着,就是暴力。[ …] |
11 | […] এটা কেবল পোশাকের উপর আক্রমণ নয়, একই সাথে তা জনগণের বিশ্বাসের প্রতি অশ্রদ্ধা পোষণ করা। | 我认为这项决定再突兀也不过了,[…]我不赞成宗教政权,但我完全支持宗教自由,[…]这不仅是攻击特定衣着,更不尊重他人信仰。 |
12 | সিমাসিজ কুলাদুরাল ব্লগু একই ধরনের মনোভাব পোষণ করেন, যিনি একই সাথে বিবেচনা করেছেন যে শিক্ষা মন্ত্রীর অন্যসব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে বেশী সচেতন হওয়া উচিত যা শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে। | Simasız quldurlar blogu亦有同感,认为教育部长应该想办法处理其他攸关教育制度的重大问题: |
13 | […] হেজাব পরার সাথে আজারবাইযানের শিক্ষা ব্যবস্থার কোন সমস্যা নেই। | Misir Mardanov提议禁止在教育单位佩戴头纱,但他更应该关心教育水平、贪腐等问题。[ …] |
14 | এখানে স্বাধীন শিক্ষা এবং শিক্ষিত ব্যক্তি, মুক্ত এবং সৎ শিক্ষকের অভাব রয়েছে।[ …] নোটা বেনে এর সাথে একমত: | 在亚塞拜然教育体制里,头纱不是问题,有问题的是独立教育,还有教师的教育水准、自由精神、诚信等。[ …] |
15 | এতে মনে হচ্ছে যে, সব স্কুলের একই রকম পোশাক এ ক্ষেত্রে কেবল এক অজুহাত মাত্র। | Nota Bene亦指出: |
16 | বিশ্ববিদ্যালয়সমূহে এ রকম একই পোশাক পরার নিয়ম নেই, তাহলে যে সমস্ত মেয়েরা মাথা কাপড় দিয়ে ঢাকে, তবে কেন তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না?! | 制服似乎只是个藉口,大学生不必穿制服,那么为何戴头纱的女孩仍不能进入部分大学? |
17 | কৌতুহলজনক প্রশ্ন, নয় কি? | 难道这不是很奇怪吗? |
18 | যদিও তারা সংখ্যায় সংখ্যালঘু, তারপরে কয়েকজন ব্লগার এই নিষেধাজ্ঞার স্বপক্ষে। রেশচাদবাবালিসব্লগ বিবেচনা করছে যে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্রের বিদ্যালয়সমূহে হেজাবের কোন স্থান নেই। | 不过仍有少数博客支持这项禁令,Reschadbabali's blog主张在政教分离的国家里,头纱本来就不该出现在校园里: |
19 | ধর্ম রাষ্ট্র থেকে আলাদা। যেখানে রাষ্ট্র, সেখানে বিদ্যালয়। | 宗教人士又在对民主制度大呼小叫了,他们认为教育部禁止在校内穿戴头纱是侵犯人权。[ …] |
20 | বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি আসলে কেমন? আমি মনে করি এটা এমন এক প্রশ্ন যা শুরুতে করা উচিত। | 宗教与政府是两回事,学校是归政府管辖,宗教自由呢? |
21 | কেন আপনি বিশ্বাসের স্বাধীনতার নামে আপনার স্বীকারোক্তিকে আমার উপর প্রয়োগ করতে চাইছেন? | 我觉得有个问题很重要,为什么你们要高举着宗教自由的大旗,却要将各位的宗教施加在我身上? |
22 | আমি কি আপনার সততাকে গ্রহণ করব? | 我非得接受各位的真理吗? |
23 | সংবাদ অনুসারে, আজকে পর্যন্ত, কয়েকজন বাবামা এই বৈষম্যমূলক আইনের প্রতিবাদে তাদের মেয়েকে স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। | 据报导,部分家长决定不让女儿去学校上课,以抗议他们眼中的歧视性政策;而从上星期抗争现场影片看来,抗议者多为男性。 |
24 | ইতোমধ্যে গত সপ্তাহের প্রতিবাদকারীদের ভিডিও প্রদর্শন করছে, যে ভিডিও প্রদর্শন করছে যে এই বিষয়ে প্রতিবাদকারীরা মূলত পুরুষ। | 校对:Soup |