# | ben | zhs |
---|
1 | ইরাকের বিরুদ্ধে যুদ্ধের দশম বর্ষ স্মরণ | 伊拉克战争十周年纪念日 |
2 | সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কর্তৃক ইরাক যুদ্ধ ঘোষণার দশ বছর পূর্তি হল গত সপ্তাহে। | [本文英文版原载于2013年3月24日] 自从小布希(George W. |
3 | গত ১৮ই ডিসেম্বর ২০১১ তারিখে এ সংঘাতের আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার দশ বছর পর কিছু সাংবাদিক, সামাজিক মিডিয়া ব্যবহারকারী, এবং বিশেষজ্ঞরা এই সংঘাতের প্রভাব বিশ্লেষণ করেছেন। | Bush)政府为了打击恐怖主义而向伊拉克宣战,至上礼拜已满十周年。 十年后的现在,这场正式结束于2011年12月18日的冲突,其造成的结果,却只有少数记者、社群媒体用户和专家对此事作分析。 |
4 | জর্জ ডব্লিউ বুশের বিতর্কিত ভাষণে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। | 小布希具争议性的演讲,宣布军队自伊拉克撤退。 |
5 | বিমানবাহী যুদ্ধ জাহাজে ঝুলছে বিখ্যাত চিহ্ন “ মিশন সমাপ্ত”। | 著名的标语“任务完成”,悬挂在航空母舰上。 |
6 | এরপর থেকে যুদ্ধ চলমান। | 但从那时起,战争便不断进行着。( |
7 | ছবি ইউটিউব ভিডিও থেকে নেয়া | 影像截图来自于YouTube) |
8 | বিলিয়ন ডলারেরও বেশি ঋণ, হাজার হাজার মানুষের মৃত্যু,ব্যাপক অস্ত্র ধ্বংসের প্রমানের অভাব এবং ইরাকে নিরাপত্তা বিঘ্নকারী বিদ্যমান বিদ্রোহের কারনে অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ এখনো চলমান। | 背负数十亿的债务、数十万人丧生、缺乏证据显示拥有大规模毁灭性武器,以及不断造成不安的叛变,大多数研究学者认为这些战争后所导致的结果,对伊拉克造成 严重的安全问题。 |
9 | ২০০৩ সালে হোয়াইট হাউজ যে কারন দেখিয়ে ইরাক আক্রমণ করেন অনেকে তাতে সমর্থন প্রদান করেন এই যুক্তিতে যে যদি সাদ্দাম হুসেইনকে হত্যা করা না হত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরাক ও ইরানের মোকাবেলা করতে হত। এক পরিসংখ্যানে [স্প্যানিশ] জানা যায়, ৫০ শতাংশেরও বেশি মার্কিনী মনে করেন ইরাক যুদ্ধ ভুল ছিল, ২০০৩ সালে ইরাকী অঞ্চলে হামলার এক মাস পর ৭০ শতাংশেরও বেশি মার্কিনী এই যুদ্ধকে সমর্থন জানায়। | 部分支持白宫在2003年决议的人们宣称,如果没有处决海珊(Saddam Hussein),美国将要同时面对伊拉克和伊朗的压力,然而,调查显示[西],超过50%的美国人认为伊拉克战争是一个错误,尽管2003年伊拉克恐怖攻击一个月后,有超过70%的人们支持战争。 |
10 | যুদ্ধের ফলাফল মূল্যায়নে কিছু ব্লগ সময় নেয়, একজন পুয়ের্তোরিকান সৈন্যের ক্লিনিক্যাল প্রোফাইল উপস্থাপন করে তাঁরা পরিস্থিতিকে মাদ্রেস কন্ট্রা লা গুয়েরা [স্প্যানিশ] ( যুদ্ধের বিরুদ্ধে মায়েরা) -এর সাথে তুলনা করেনঃ | 一些博客花时间来评估战争所造成的结果,例如提供来自于“妈妈反对战争”(Madres Contra la Guerra)[西]此组织下,波多黎各士兵的医疗资料: |
11 | শারিরীক ও মানসিক স্বাস্থ্যের মূল্য ভয়াবহঃ প্রতি ১০০ জন সৈন্যের মধ্যে ১১ জনের অঙ্গহানি, এদের মধ্যে ৪০% এর ভয়াবহ মাথায় আঘাতজনিত ক্ষত, যার চিকিৎসা প্রদানে পুয়ের্তো রিকোর প্রখ্যাত হাসপাতাল প্রদানে অক্ষম, কারন সেখানে আঘাতের চিকিতসার জন্য কোন ওয়ার্ড নেই। | 在 身心健康的花费上是非常可怕的:平均每100位士兵就有11位残障,其中里面4成被诊断出极其严重的创伤性脑损伤。 |
12 | এ ধরণের অবস্থায় চিকিৎসা সেবা দিতে পারে এমন হাসপাতালের খোজে অনেক পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসে। | 波多黎各荣民医院因为没有外伤科病房, 于是这些情况并无法受到治疗。 |
13 | এদের প্রায় ৪০% সৈন্যকে ইতোমধ্যেই মানসিক সমস্যায় ভুগছেন বলে চিহ্নিত করা হয়েছে বিশেষতঃ পোস্ট ট্রমাটিক স্ট্রেসের রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। | 许多家庭必须前往美国,寻能治疗此伤害的荣民医院。 |
14 | পুয়ের্তো রিকোতে ২,০০০ এর মত অভিজ্ঞ সৈনিক গৃহহীন (২০১০ সালের আদমশুমারি অনুযায়ী)। | 约有40%的军人被诊断出心理健康出问题,特别是创伤后压力症后群。 |
15 | সাধারণ মানুষ হিসেবে জীবন যাপনের চেষ্টায় নিয়োজিত অনেক সৈন্য বেকার। | 另 外,波多黎各仍有两千名左右无家可归的退伍军人(根据2010年的统计资料),当这些军人们试着像一般人一样生活时,他们大部人皆处于失业状态。 |
16 | কিছু ল্যাটিন আমেরিকান ও অন্যান্যদের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে অসমতির কিছু প্রমান পাওয়া যায় টূইটের মাধ্যমে। নোটিসিয়াস ইউনিভিশনের টিভি উপস্থাপক জর্জ রামোস (@জর্জরামোসনিউজ) বলেনঃ | 从拉丁美洲人和其它人的推特讯息,反对战争的想法更是明显,“联视新闻(Noticias Univisión)”主播Jorge Ramos(@jorgeramosnews)发表了以下讯息: |
17 | @জর্জরামোসনিউজ: ইরাকে ইতোমধ্যেই ২০ মার্চ, হাজারো মৃত্যু, অস্ত্রের গণ বিধ্বংস ছাড়াই জর্জ ডব্লিউ বুশ আবিস্কৃত যুদ্ধের ১০ বছর পূর্তি। | @jorgeramosnews:伊拉克已经3月20日了,多亏了小布希,这一天是十周年伊拉克战争纪念日,它造成数以千计的死亡且没有发现任何大规模杀伤性武器 |
18 | ম্যান ক্যাস্ট্রো (@এসমুন্ডিএন্সে) প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, যুক্তরাজ্যের টনি ব্লেয়ার এবং স্পেনের হোসে মারিয়া আজনারের ছবি শেয়ার করেছেন। | Man Castro(@esmudiense)分享了一张美国前总统小布希、英国前首相东尼布莱尔(Tony Blair)和西班牙前首相何塞. |
19 | তাঁরা ইরাকের মাটিতে যৌথভাবে সৈন্য পাঠিয়েছিলেন। | 玛丽亚. |
20 | @এসমুন্ডিএন্সেঃ ইরাক যুদ্ধের বার্ষিকীতে একটি বিব্রতকর ছবি, কুখ্যাত তিনজন ও লাখো নিহতদের স্মরণে pic.twitter.com/Lc0Sf8rM5I | 阿斯纳尔(José María Aznar)协力派出军队到伊拉克土地上的照片。 |
21 | ইরাকে সৈন্য নিয়োজনে মুখ্য ভুমিকা পালনকারী আজনারের পিপলস পার্টি অব স্পেনের বিরুদ্ধে অনেকেই উচ্চকণ্ঠ। বর্বনেসমামোনেস (@বর্বনেসমামোনেস) বলেন | @esmudiense:在伊拉克战争纪念日这一天,令人作呕的照片,亚速三人组和纪念百万人的死亡 pic.twitter.com/Lc0Sf8rM5I |
22 | @বর্বনেসমামোনেস [স্পেনীশ]: ১১ তম বার্ষিকী কেবল শেষ হল, ওষুধ সেবনকারীদের আমি আর সহ্য করতে পারছিনা, ইরাক যুদ্ধের পর ক্ষতিগ্রস্তরা নিজেরাই নিজেদের সম্মানিত করছে। | 有些人直言反对阿斯纳尔领导的西班牙人民同盟,因为他们部署了军队到伊拉克,以下是borbonesmamones(@borbonesmamones)的讯息: |
23 | ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যৌথ বাহিনী কর্তৃক মানবাধিকার লংঘনের বিষয়টি উন্মোচিত হয়েছে। এর মধ্যে সবচাইতে কুখ্যাত ছিল বাগদাদের আবু গারাইব-এর বিষয়টি, সেখানে বন্দীরা মার্কিন সৈন্যদের দ্বারা শারিরীক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হত। | @borbonesmamones[西]:虽然11-M纪念日(11M anniversary)*才刚结束,但我就是看不下去造成这些结果的嗑药者纪念伊拉克战争中的罹难者 |
24 | কিউবার গুয়ান্তানামো ঘাটির বন্দীদের সাথে আচরনের বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছেঃ গত ৪ মার্চ কারাবন্দীরা সামরিক কর্মকর্তাদের কথিত প্রতিশোধের বিরুদ্ধে অনশন ঘোষণা করে। | *注:11-M指的是“马德里三一一连环爆炸案”,这起造成多人死伤的火车爆炸案发生在2004年3月11日,详细说明可见此。 |