# | ben | zhs |
---|
1 | রাশিয়া: ভ্লাডিভোস্টকের গোল্ডেন হর্ন বে সেতু বিতর্ক | 俄罗斯:海参威金角湾大桥争议 |
2 | ভ্লাডিভোস্টক শহর এবং জলোটয় রগ (সোনালী উপসাগর), ছবি ভ্লাদিমির কোবজারের সৌজন্যে | |
3 | গত ৮ই সেপ্টেম্বর ২০১০ তারিখে রাশিয়ার ভ্লাডিভোস্টোক শহরের নগর প্রশাসন উন্মুক্ত আলোচনার আহ্বান জানান সোনালী হর্ন (জলোটয় রোগ) উপসাগরের উপরে নতুন একটা সেতুর নামের ব্যাপারে। | |
4 | এই সেতু শহরের দুই অংশকে সংযুক্ত করবে আর যানবাহনকে সহায়তা করবে। | [本文英文版原载于2010年10月6日] |
5 | দ্বিতীয় আরেকটি সেতুও থাকবে যা শহর আর নিকটের দ্বীপকে সংযুক্ত করবে। | |
6 | এই সকল উচ্চাভিলাষী আর দামী প্রকল্প এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সামিট (এপেক) এর প্রস্তুতির অংশ, যা ২০১২ সালে ভ্লাডিভোস্টকে অনুষ্ঠিত হবে। | |
7 | এই অনুষ্ঠানের বিরাট বাজেট, কিন্তু এখনো খুব বেশী কাজ হয়নি। মাত্র দুই বছর বাকি আর সেতুগুলো এখনো অর্ধেকও হয়নি। | 海参威市中心与金角湾,照片来自Vladimir Kobzar |
8 | ভ্লাডিভোস্টকের নাগরিকদের কারন আছে বিশ্বাস করার যে এই দুই বিশাল সেতু সময় মতো শেষ হবে না আর অর্থ কারো পকেটে গায়েব হয়ে যাবে, আর এর ফলে শহর তার প্রয়োজনীয় অবকাঠামো থেকে বঞ্চিত হবে। | |
9 | তার ব্লগে, ভ্লাডিভোস্টকের মেয়র ইগোর পুশকারেভ উপসাগরের উপরের সেতুর একটি পছন্দনীয় নামের জন্য অনলাইন ভোটের সুযোগটি করে দিয়েছেন। মানুষ ৩০টি নামের মধ্য থেকে পছন্দ করতে পারবেন। | 2010年9月8日,海参威(Vladivostok)市政府宣布,要公开讨论横跨金角湾(Zolotoy Rog)的新桥命名问题,这座桥梁将连结市区两部分并改善交通,政府也将建造第二座桥,连结市区及邻近岛屿。 |
10 | নীচের নামগুলো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল: হোপ ব্রিজ, গোল্ডেন ব্রিজ, জোলোটয় রগ (রুশ ভাষায় উপসাগরের নাম অনুসারে সোনালী উপসাগর), ডারকিন্স ব্রিজ (বর্তমান গভর্নরের নামানুসারে), ফার ইস্টার্ন ব্রিজ ইত্যাদি। | |
11 | ব্লগার হিয়ামাদো ভাবছেন যে ঘুষ ব্রিজ (রুশ ভাষায় “откатный мост”) নামে কোন নাম কেন নেই, যেহেতু এই সামিটের আয়োজনে প্রচুর দূর্নীতি হয়েছে। এপেকের প্রস্তুতি আঞ্চলিক ব্লগ জগতে আর এর বাইরে রাস্তাঘাটে অসংখ্য কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে। | 这些造价昂贵的大型计划,都是为了准备2012年将于当地举办的亚太经合会(APEC)高峰会,活动预算极高,但目前成果极少,距离开幕只剩两年,但桥梁进度还不到一半,民众自然会怀疑两座大桥能否及时完工,以及经费是否会落入某人口袋,让市区缺乏必要的基础建设。 |
12 | স্থানীয় ব্লগাররা (ব্যাঙ্গাত্মক) নামের আর একটা তালিকা প্রস্তুত করেছেন। ২০১০ সালের এপ্রিল মাসে উন্মুক্ত আলোচনা ঘোষণার আগেই ব্লগার মাতভিয়েঙ্কো_ভিলচ এই ব্যাপারে তার সমালোচনামূলক মতামত জানিয়েছিলেন। | 市长Igor Pushkarev在博客里提议,让居民投票决定桥梁名称,人们总共有30个选项,包括“希望大桥”、“黄金大桥”、“金角大桥”、“达钦大桥”(Darkin,现任州长名)、远东大桥等。 |
13 | তিনি সেতুর জন্য বিকল্প নামের উদাহরণ দিয়েছেন বিভিন্ন ব্লগারের কাছ থেকে নিয়ে। এখানে কিছু উদাহরণ দেয়া হলো: | hiamado质疑为何没有“回扣大桥”这个选项,以反映会议筹备期间多项贪污案件。 |
14 | অমূল্য সেতু, আমরা আশা একেবারেই ত্যাগ করছি সেতু, পুতিন সেতু, উজ্জ্বল ভবিষ্যৎের সেতু, মেদ্ভেপুত (পুতিন সড়ক), স্বর্ণালী ঘুষ সেতু, দোজখের দরজা, হাইসেনওয়াই ব্রিজ [ চীনারা এইভাবে ভ্লাডিভোস্টককে ডাকে]। | |
15 | এই সব বিদ্রুপাত্মক নাম সরকারের আর এপেক সামিটের পুরো ব্যাপারটির প্রতি সাধারণ মানুষের ধারণার প্রতিফলন। | 无论在博客圈与日常生活中,亚太经合会筹备工作已成为许多人的笑柄,当地博客提出其他命名构想,今年四月命名活动还没开始之前,matvienko_vlc便仔细评估各项准备过程,他收集多位博客想到的创意名称,例如: |
16 | গত ২০শে সেপ্টেম্বর স্থানীয় এক দৈনিক - নোভোস্তি ভ্লাডিভোস্টক (ভ্লাডিভোস্টকের সংবাদ) জানিয়েছে যে ভ্লাডিভোস্টকবাসী নির্মাণ কাজ দেখতে পারবেন চুরকিন্সকি মোস্ট (চুরকিন সেতু) নামে ব্লগের প্রকাশনা থেকে। | |
17 | প্রতিবেদন অনুসারে, এই ব্লগ এপেক সামিটের নির্মান কাজ সম্পর্কে সর্বশেষ তথ্য দেয়। আসলে এই ব্লগ ধারণা দেয় যে এই সেতু কেমন দেখতে হবে কম্পিউটার থেকে চিত্র দিয়ে (এটার বা এটার মতো)। | 无价大桥、我们已快失去希望的该死大桥、闪亮未来大桥、普廷之路、黄金回扣大桥、地狱之门、海参崴大桥。 |
18 | এখানে আসল পরিস্থিতি বা নির্মাণ স্থানের সমস্যার কথা বেশী কিছু নেই। | 从这些嘲讽式的桥名,反映出一般民众对政府及此次高峰会的态度。 |
19 | ভ্লাডিভোস্টক শহরের লাইভজার্নাল কমিউনিটিতে সেতুর নির্মান কাজের একটা সঠিক চিত্র দিয়েছেন ব্লগার হাজোফ আর জেকা_ভাসচ। সেখানে নির্মাণ স্থানের চিত্র আর যেসব বাড়ি ধ্বংস করা হয়েছে সেতু তৈরির জন্য তার চিত্র আছে। | 9月20日,新闻机构Novosti Vladivostoka指出,当地居民能透过churkinsky_most博客监督工程进度,报导表示,这个博客将提供会议维护工作的最新消息,不过实际上,博客提供的是未来桥梁完工后的电脑模拟画面(如这里和这里),但鲜少说明工作确实情况与问题。 |
20 | একই সাথে, এটা পরিষ্কার না যে যারা ওইসব বাড়িতে বাস করতো তাদের কি হবে। দুর্ভাগ্যবশত:, স্থানীয় সরকার পুরোপুরিভাবে মানুষের সব অসন্তোষ আর অবিশ্বাসকে অগ্রাহ্য করছেন। | 反倒是hajoff及zeka_vasch在LiveJournal网站的海参威市社群里,张贴桥梁工地进度的真实照片,除了有工地照片,也有即将为兴建桥梁而摧毁的房屋照片,这些居民未来何去何从,目前也不清楚。 |
21 | সৌভাগ্যবশত: মানুষ এইসব ব্যাপারে প্রতিক্রিয়া আর তাদের দৃষ্টিভঙ্গী আর গল্প ব্লগে জানানোর সুযোগ পান। | 可惜地方政府完全忽视居民不满与不信任的态度,所幸人们还是在博客表达看法及记录情况,命名投票活动预计于十月中结束,“黄金回扣大桥”当然不在选项之中,但这个名称的确如实反映现况。 |
22 | মধ্য অক্টোবরে সেতুর নাম নিয়ে ভোট শেষ হবে। | 译者:Soup |
23 | অবশ্য, স্বর্ণালী ঘুষ সেতু নামটা তালিকায় ছিলনা, যদিও এই প্রচেষ্টার ব্যাপারটা অন্য নামের থেকে এটাই তাকে ভালো প্রতিফলিত করে। | |