Sentence alignment for gv-ben-20090915-6139.xml (html) - gv-zhs-20090917-3745.xml (html)

#benzhs
1ইরানের প্রতিবাদ বিক্ষোভের শহীদদের অনলাইনে স্মরণ করা伊朗:在网络上怀念烈士
2এ বছরের জুনে অনুষ্ঠিত ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রতিবাদ করতে গিয়ে ইরানে প্রায় ডজন ডজন প্রতিবাদকারী নিহত হয়েছে।
3নেভারফরগেট. আস একটি নতুন মাল্টিমিডিয়া ওয়েবসাইট, যেখানে এই প্রতিবাদ বিক্ষোভে নিহত প্রায় ৭০ জনেরও বেশি ব্যক্তির ছবি এবং সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করা হয়েছে।伊朗六月总统大选结果充满争议,全国各地抗争行动不断,数十位抗议群众在过程中丧生,新多媒体网站Neverforget.us整理并公布逾70名死者的照片与简历。
4এই ঘটনার অন্যতম শিকার নেদা আঘা সোলতানি, যে চোখ খোলা অবস্থায় মৃত্যু বরণ করে। সেখানে উপস্থিত ব্যক্তিরা তার মৃত্যু দৃশ্য ভিডিও করে এবং তা ইন্টারনেটে তুলে দেয়।其中一位受难者Neda Agha Soltan死不瞑目,旁人将事件经过拍摄下来,并上传到网站,她死前最后一刻的画面从公民媒体流传至主流媒体,让无数人看见。
5তার এই শেষ মুহূর্তের দৃশ্য সিটিজেন মিডিয়া থেকে মূল ধারার প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এভাবে তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।
6ইরানের নাগরিকরা ক্রমাগত ভাবে এই প্রতিবাদ আন্দোলনে (যা গ্রীণ মুভমেন্ট নামেও পরিচিত) অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের অমর করার জন্য তারা ইন্টারনেট ব্যবহার করছে।
7বিরোধীরা দাবি করেছে যে, এই প্রতিবাদ বিক্ষোভে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭০ এর বেশি। গ্রেফতারের পর অত্যাচারের কারণে অনেকে মারা গেছে, অন্যরা রাস্তায় প্রতিবাদের সময় গুলিতে নিহত হয়েছে।伊朗民众持续藉由网络,纪念在抗争运动(又名「绿色革命」)里的伊朗烈士,在野阵营宣称遭杀害的示威者超过70人,有些人被捕遭虐后丧命,其他人则当街遭格毙。
8সরকারের গোপনীয়তা সত্ত্বেও, নিহত অনেকের নাম এবং ছবি প্রকাশ করা সম্ভব হয়েছে। নেভারফরগেট.尽管当局保守秘密,部份罹难者的资料已经浮上台面。
9আস-এ রকম একজনের জীবনী। তুফানপোর, আমির হোসেন (ছবি উপরে) জন্ম ১৯৭৭- মৃত্যু ২০০৯网站上其中一则简历写道:
10আমিরহোসেন, সাত বছর বয়স্ক এক কন্যার পিতা, জুনের ১৫ তারিখে তিনি নিখোঁজ হন। তেহরানের প্রায় সকল হাসপাতালে বৃথা অনুসন্ধানের পর তার উদ্বিগ্ন পরিবার পৌরসভায় টাঙ্গানো একগাদা মৃতদেহের ছবির মাঝে তার ছবি খুঁজে পায়।Toufanpour, Amirhossein(1977-2009),这位育有一名7岁女儿的父亲于6月15日失踪,家人遍寻首都各个医院一星期未果,最后才在法医室的遗体照片中指认出他,遗体头上有很深的伤口、手臂骨折、臂上有一弹孔,但真正死因不明。
11তার দেহে অনেক ক্ষত ছিল, যার মধ্য ছিল মাথায এক গভীর আঘাতের চিহ্ন, তার একটা বাহু ভাঙ্গা ছিল এবং এই বাহুতেই বন্দুকের গুলির দ্বারা সৃষ্ট এক ক্ষত ছিল।
12কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় নি।另一网站Green Martyrs亦提供「烈士」相关资讯。
13গ্রীণ মারটিয়ার্স ওয়েবসাইটও এই বিক্ষোভ প্রতিবাদে শহীদ হওয়া ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সরবরাহ করেছে [ফার্সী ভাষায়] ( এই সাইট প্রকাশের সময় ক্ষণস্থায়ী কিছু মুহূর্ত অফলাইনে বা ইন্টারনেটের বাইরে চলে গিয়েছিল)।
14এই ভিডিওতে বিক্ষোভ প্রতিবাদে নিহত শহীদদের ছবি এবং তাদের মায়েদের যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে:以下影片怀念诸位烈士,以及记录烈士母亲们的伤痛:
15যখন আমরা এই সকল ছবি আর চলচ্চিত্র দেখছি, তখন ইরানের কারাগারে শত শত রাজনৈতিক বন্দি রয়েছে, যেমন মোহাম্মদ আলি আবতাহি, একজন ব্লগার এবং সংস্কারপন্থী রাজনীতিবিদ, যিনি ইরানের কারাগারে অজানা এক ভবিষ্যৎ-এর অপেক্ষায় রয়েছেন। Email在我们浏览照片与影片的此刻,包括像是改革派政治人物兼博客Mohammad Ali Abtahi等数百位政治犯,仍在伊朗狱中面对未知的将来。
16লিখেছেনHamid Tehrani অনুবাদ করেছেন বিজয়校对:Portnoy