# | ben | zhs |
---|
1 | ভিডিও প্রতিযোগিতা: ইন্টারনেট ফর পিস ইন্টারনেট, ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। | 网络与和平影片竞赛 |
2 | আমাদের সমাজে ইন্টারনেটের অবদানের উপর চলতে থাকা বিতর্কের অংশ হিসেবে কনডে নাস্ট ও গুগল আয়ারল্যান্ড এই ভিডিও প্রতিযোগিতার আয়োজনে যোগ দিয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ী ইতালী ভ্রমণ করার ও সেখানকার এমটিভিতে ভিডিও প্রচার করার সুযোগ পাবে। | 「网际网络」已获提名角逐2010年诺贝尔和平奖,为思考网络对社会的贡献,Condé Nast与Google Ireland合作举办一项影片竞赛,优胜者将有机会前往义大利,作品也将在义大利MTV频道播出。 |
3 | এই প্রতিযোগিতার নিয়মাবলী একেবারে সহজ। পুরো শর্ত ও নিয়মাবলির জন্য নিচের লিঙ্ক অনুসরণ করুন: | 比赛规则相当简单,细节请见连结: |
4 | ভিডিওর দৈর্ঘ্য সবমিলিয়ে কোনভাবেই পাঁচ (৫) মিনিটের বেশি হতে পারবে না; যে কোন ভাষাতেই ভিডিওটি নির্মাণ করা যাবে, তবে অবশ্যই তার সাবটাইটেল বা কথোপকথনের শিরোনাম ইংরেজিতে এবং এতে যে কথা বলা হবে সেই কথা বা ডায়লগের সঠিক অনুবাদ হতে হতে হবে; কি ভাবে ইন্টারনেট শান্তির জন্য একটি কার্যকর মাধ্যম হতে পারে, ভিডিওটি অবশ্যই তার সৃষ্টিশীল উপস্থাপনার দিকে মনোযোগ প্রদান করবে, যে ভাবে ইন্টারনেট ফর পিস -এর প্রচারপত্রে বিষয়টি বর্ণনা করা হয়েছে, যা [আই৪(ফোর) মেনিফেস্টো] ডাব্লিডাব্লিডাব্লিউ. ইউটিউব. | 影片总长至多五分钟,以任何语言发音皆可,但必须附上英文字幕,字幕必须清晰易读,并正确翻译对话内容,以创意方式呈现网络如何有效促进和平,可参考http://www.youtube.com/internetforpeace频道的「网络和平宣言」(I4P Manifesto)。 |
5 | কম/ইন্টারনেটফরপিসচ্যানেলে প্রকাশ করা হয়েছে। ভিডিও জমা দেবার চূড়ান্ত তারিখ ১ লা সেপ্টেম্বর, তবে জমা দেওয়া ভিডিওর ভোট ও জনপ্রিয়তাকে বিজয়ী ভিডিও নির্ধারণের না দেন, তাহলে উত্তম কাজ হচ্ছে দ্রুত তা সাইটে উঠিয়ে ফেলনু। | 投稿截止日期为9月1日,由于得票数与人气都将列入优胜考量范围,若各位尚未上传影片参加,动作要快! |
6 | এছাড়াও যে সমস্ত ভিডিও জমা পড়েছে সেগুলো দেখতে পাবেন এবং আপনার পছন্দের ভিডিওটিকে ভোট দিতে পারবেন। | 各位也可以浏览参赛作品后,投票支持心水。 |
7 | বিচারক গিলবার্ট গিল, ইয়ানি সানচেজ, গ্যাব্রিয়েল সালভাটোরেস, ওরে ওকালহো, আই উই উই, নোবুয়ুকি হায়াশি (নোবি), নাদিন টুয়াকান এই প্রতিযোগিতার জন্য জমা পড়া ভিডিও থেকে বিজয়ী ভিডিওটিকে বেছে নেবে, এর জন্য তারা এর সৃষ্টিশীলতা, প্রযুক্তিগতভাবে এটির সফল সমাপন, ব্যবহারকারীদের ভোট এবং মৌলিকত্ব ও কি ভাবে তা আই৪পি প্রচারপত্রের প্রতিনিধিত্ব ও ধারণাকে প্রকাশ করছে তা বিচার করবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জমা দেওয়া বেশ কিছু ভিডিও এখানে রয়েছে: কয়েকজন ফিলিস্তিনি ও ইজরায়েলী কিশোর, যার তিন বছর ধরে একসাথে কাজ করছে, তারা শান্তির জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করেছে। | Gilberto Gil、Yoani Sanchez、Gabriele Salvatores、Ory Okolloh、Ai Wei Wei、Nobuyuki Hayashi (Nobi)、Nadine Toukan等人将担任评审,选出最终优胜影片一名,评审标准包括创意、技术执行、得票数排名、原创性,以及如何诠释比赛主题。 |
8 | রাশিয়ার ইয়ুরি একটি ভিডিও তৈরি করেছে সেখানকার জাতীয় গতানুগতিক ধারনা বিষয়ে এবং কি ভাবে ইন্টারনেট সেগুলোকে অপসারিত করেছে তাই নিয়ে। | 以下是几段参赛作品: 一群巴勒斯坦与以色列年轻人已合作三年,编写并制作一部有关和平的音乐录像。 |
9 | ভিডিওতে তিনি দেখাচ্ছে আসলে লোকেরা কেমন। | 俄罗斯的Yuri以国家刻板印象为主题,也用影片说明网络如何破除这些印象,呈现人民真实样貌。 |
10 | কাজেই ইন্টারনেট ফর পিস মেনিফেস্টোর (শান্তির জন্য ইন্টারনেট নামক প্রচারপত্র) ভিডিও দেখুন এবং এত অংশ নিতে উৎসাহিত হউন, আপনার নিজের ভিডিও পাঠান এবং সেরা ভিডিওর ক্ষেত্রে ভোট দিন! | 要参赛之前,请见看过网络和平宣言影片,从中汲取灵感,制作影片后参赛,并投票支持他人作品! 校对:Soup |