# | ben | zhs |
---|
1 | মাদাগাস্কারের নির্বাচনঃ বর্তমান সরকারের প্রতি একটি সাবধানবাণী কি? (ছবি সৌজন্যে হরিনজাকা) | 马达加斯加:以选票警告当局? |
2 | গত সপ্তাহে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর মিউনিসিপাল নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। | (图片由Harinjaka提供) |
3 | স্বতন্ত্র প্রার্থী এন্দ্রি রাজাওলিনা প্রেসিডেন্টের দলের প্রার্থী হেরি রাফালিমানানা কে পরাজিত করেছেন যাকে অনেক ব্লগার মনে করছেন বর্তমান প্রেসিডেন্টের জন্য একটি সাবধানবাণী হিসেবে। আন্তানানারিভোর মেয়র মালাগাসির রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেখান থেকে প্রায়ই আরো উচ্চতর রাজনৈতিক লক্ষ্যে পৌছানো যায়। | 马达加斯加首都安塔那那利佛(Antananarivo)市长选举于上周举行,无党籍候选人拉霍利纳(Andry Rajoelina)击败执政党候选人拉法利马纳纳(Hery Rafalimanana),许多部落客人认为,此事是对现任总统提出的警告。 |
4 | বর্তমান রাষ্ট্রপতি একদা আন্তানানারিভোর মেয়র ছিলেন। এন্দ্রি রাজাওলিনা, যাকে লোকে টিজিভি বলেও চেনে, হচ্ছেন মিডিয়া আর যোগাযোগ মাধ্যমে একজন বেশ নাম করা তরুন ব্যবসায়ী। | 在马国政坛里,首都市长是个相当重要的职位,常成为政治人物更上层楼的跳板,现任总统过去便曾担任首都市长。 |
5 | মালাগাসির ব্লগার হেরি তার নির্বাচন প্রচারনার অভিনব দিক তুলে ধরেছেন (মালাগাসি ভাষায়): | |
6 | “তার প্রচারনায় ছিল তরুনদের প্রতি লক্ষ্য করে আর তাদের মতামত শোনা হচ্ছিল যদিও অন্যান্য ব্যাপারগুলোরও প্রতিশ্রুতি দেয়া হয়েছে। | |
7 | তিনি বাচ্চারা খেলাধুলা আর নিজেদের পড়ালেখার উন্নতি পারে এমন কেন্দ্র খোলার কথা বলেছেন। এসব স্থানে তারা খেলতে বা নিজেদের মনোরঞ্জনের ব্যবস্থা করতে পারবে। | 当选者拉霍利纳绰号叫“高速铁路”(TGV),是位投身媒体及通讯事业的成功青年实业家。 |
8 | জাতীয় পরীক্ষায় অংশগ্রহনকারী সব ছাত্রদের জন্য বিনামূল্যে কোর্স থাকবে তারা প্রাথমিক, জুনিয়র হাই, বা হাই স্কুলে থাকুক না কেন যাতে তাদের ডিপ্লোমা পাওয়া সহজতর হয়।” | |
9 | হরিনজাকা বলেছেন কিভাবে একজন তরুন ভোটার তার মত ঠিক করেছেঃ “আমি টিজেভিকে ভোট দিয়েছি কারন সে তরুন। | 部落客Hery便点出他的竞选政见特殊之处[mg]: |
10 | বর্তমান সরকারকে একটা শিক্ষা দেয়া উচিত আর তাদেরকে বোঝানো দরকার যে আমরা তাদেরকে আর সমর্থন করিনা।” তবে রাজাওলিনার তারুণ্যদীপ্ত ক্যারিশমাতে সবাই আশস্ত নয়। | 他的政见以年轻人为主,让年轻人声音与其他族群的意见兼容并蓄,他主张创设儿童中心,让年轻人能够玩乐或从事团队运动,他也希望为面临联考的小学及中学学生开设免费课程,帮助他们提早拿到学位。 |
11 | দ্য ননরিকয়ারড ব্লগ আরো ভালো কিছু যৌক্তিক এজেন্ডা আশা করেছেন আর কিছুটা সমালোচনা মনোভাব নিয়ে বলছেনঃ | Harinjika与我们分享一名年轻选民如何决定了投票意向[mg]: |
12 | ঐতিহ্যবাহী মালাগাসি গান, ফ্যাশান মডেল, যত খুশি খাও বুফে, ৫০০ আমন্ত্রনপত্র, আলোকচিত্রীদের মাঝে আবির্ভাব, কেন নয়? কিন্তু এটা বাদ দিয়ে কিছু কি নেই! | 我支持拉霍利纳,因为他很年轻,我们必须让政府受到教训,让他们明白我们不是盲目支持他们。 |
13 | কোন বিস্তারিত প্রোগ্রাম নেই, শুধু একটু একটু ছেড়াছেড়াঃ # আমি ভীত নই, | 当然也并未所有选民都青睐拉霍利纳的年轻领袖魅力Thenonrequired便有所怀疑,希望看到更具体的政见[fr]: |
14 | #এটা ভাবা যায়না যে এই যুগে কেউ একনায়কতন্ত্ আর ক্ষমতার আপব্যবহারের মধ্যে থাকে। # সবার আধিকার আছে রোজগার করার, আমাদের উচিত আমাদের তরুনদের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করা… | 地方传统歌曲、时尚模特儿、吃到饱自助餐、500张邀请函、入场还有无数摄影师竞拍相片,有人会拒绝这些事情? |
15 | মিয়ালি বলেছে যে আন্তানানারিভো মাঝেমাঝে নির্দয় হতে পারেঃ | 但除此之外呢? |
16 | “(শহরটি) বিশ্বস্ত, কিন্তু খুবই নির্দয় হতে পারে যখন সে চায়। | 什么也没有! |
17 | গত কয়েক মাসে দেখা যাচ্ছিল যে অসন্তোষ বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছিল কি আসছে: আন্তানানারিভো টিম-ম্যানিয়াকে ভাল ভাবে নিচ্ছিলনা (টিম হচ্ছে প্রেসিডেন্টের দল)।” | 没有详细政见,只有无意义的标语和口号: |
18 | জেন্টিলিসা আর বারিজোয়ানা টিম দল কেন নির্বাচনে হেরেছে তার কারন দেখিয়েছেনঃ | Mialy认为首都有时显得无情: |
19 | বারিজোয়ানা কয়েকজন ভোটারকে জিজ্ঞাসা করেছে কেন তারা মত পালটেছেঃ আর একটু জোর দিয়ে জিজ্ঞাসা করলে তারা হয়ত বলতো দেশের কার্যক্রম আপাতদৃষ্ট: থেমে যাওয়ার ব্যাপারটি। | 这座城市很忠诚,但做出决定后便显得冷酷无情,过去数月人们怨怼日增,各位都看得出来,此刻的首都市民并不支持执政党。 |
20 | অথবা সরকারি আর বেসরকারি স্বার্থ গুলিয়ে ফেলে টিকো আর ম্যাগ্রোর মত পুরানো কোম্পানীর লোককে তুলে ধরা (বর্তমান প্রেসিডেন্ট দুই কোম্পানিতেই বিনিয়োগ করেছেন) রাষ্ট্রের ক্ষমতাশালী পদে। | |
21 | অন্যান্য কারন হলো মধ্য পর্যায়ে প্রশাষনিক ক্ষমতা একিভুতকরন, জোর করে সরকারি চাকুরি থেকে লোক টিম শিক্ষা আর টিম সাস্থ্যে নিয়ে আসা (প্রেসিডেন্টের দলের শিক্ষা আর স্বাস্থ্যের জন্য থিংক ট্যাংক) আর এ নিয়ে ওজর শুনতে রাজি না হওয়া। | |
22 | তার প্রার্থীতা দিয়ে এন্দ্রি টিজিভি গ্লামারাস লোকে পরিনত হয়েছে রাফালিমানানার দলের কুকীর্তির সামনে। | |
23 | জেন্টিলিসা প্রেসিডেন্টের দলের পরাজয়ের আর কয়েকটি কারন বলেছেন: | Jentilisa与Barijaoana也各自提出执政党败选的原因。 |
24 | “ অনেকে বলেছে যে উপরের দিকের পছন্দের লোক পাল্টাতে আন্তানানারিভোর পরিচিতি আছে। | Barijaoana询问几位选民为何改变支持对象: |
25 | এই শহর প্রেসিডেন্ট আর মিউনিসিপাল নির্বাচনে এক দলকে দুইবার পর পর নির্বাচিত করেনা। আর একটি কারন হলো প্রার্থীরা মনে করে যে তারা কোন দলের প্রার্থী হলে ভালো- মন্দ যাই হোক নিরাপত্তা আছে দল থেকে। | 若我们再深究原因,选民便会提到他们所见的缺点,例如官商利益纠结,总统刻意将Tiko与Magro两间公司人士拔擢至政府高 层,其他原因还包括行政机关中层职位遭垄断、强迫公务员加入执政党的教育或医疗智库、拒绝参与论辩等,和政府种种弊病相较,拉霍利纳便显得非常迷人。 |
26 | তৃতীয় কারন হলো প্রার্থী নির্বাচন করা। | Jentilisa则指出其他造成执政党落选的理由: |
27 | নির্বাচন প্রচারনার আগে এটা কি বলা হয়েছিল না যে বিরোধী প্রার্থী হবে মিডিয়া আর যোগাযোগে বিশেষজ্ঞ একজন আর তাদের প্রার্থী নিজেইতো একজন উত্তম যোগাযোগ রক্ষাকারী?” -লোভা রক্তমালা | 许多人认为首都市长是以政党轮替闻名,在总统或市长选举时,选民通常不愿让同一个政党连任,…还有些候选人认为只要加入执政党,便能够呼风唤雨为所欲为,…第三项原因在于候选人人选,执政党为何得知对手是媒体专家后,还会推出一位不擅言词的候选人? |