Sentence alignment for gv-ben-20110202-15308.xml (html) - gv-zhs-20110129-7314.xml (html)

#benzhs
1মিশর: ছাদ থেকে টুইটার করা埃及:从屋顶观察抗争
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ মিশরীয় টুইটারস্ফেয়ার #জান২৫-এ, চলতে থাকা বিক্ষোভের সংবাদে ভরে গিয়েছিল।
3পর্যবেক্ষকদের মতে বিক্ষোভ পর্যবেক্ষণ করার জন্য ছাদ ছিল সবার প্রিয় এক জায়গা। সুয়েজ থেকে ইয়ান লি @ইয়ানইনইজিপ্ট বিক্ষোভের অনুভুতি ধারন করেছে:在#jan25标签之下,有众多关于埃及持续抗争的消息,人们若要观察局势,屋顶通常是个好位置,Ian Lee(@ianinegypt)在苏伊士(Suez)地区觉得:
4আমি ছাদ থেকে ভিডিও ধারণ করছিলাম।
5রাস্তায় এই কাজটি করা বিদেশীদের জন্য খুব বিপজ্জনক। সংখ্যায় সহস্র।我从屋顶上拍摄影片,街头对外国人太过危险,底下有好几万人。
6#জান২৫,#সুয়েজ #জান২৫-এর উপর আসা প্রচুর টুইটার সংবাদ ছিল ইংরেজীতে লেখা।此次埃及抗争期间,Twitter上许多相关讯息都使用英文撰写,显示人们是藉此管道散播资讯,提供国际新闻媒体使用,而非用在现场组织与动员,且使用社会媒体之后,也会有如同站在屋顶般的优势。
7এর কারণ ছিল, বিক্ষোভকে সংগঠিত করার বদলে, এই বিক্ষোভকে আরো ছড়িয়ে দেওয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রদান করা।
8একই সাথে প্রতীকি অর্থে, সামাজিক প্রচার মাধ্যম ছাদের উপর থেকে তোলা দৃশ্যাবলি উপস্থাপন করেছে। জয়লান এল রাফিকির টুইট এই আবেগটিকে ধারণ করেছে।Jailan El-Rafie的讯息即道出此种心情,她将导演Amr Salama的文章翻译为英文版之后,再用Twitter把消息放出去:
9ভদ্রমহিলা তার ইংরেজী সংস্করণে চলচ্চিত্রকার আমর সালামার একটি বর্ণনামূলক প্রবন্ধের ব্যাপারে টুইট করেছে। http://on.fb.me/g7OWvM, এটি @আমরএমসালামার প্রবন্ধের ইংরেজী অনুবাদ।http://on.fb.me/g7OWvM 这是@AmrMSalama的文章英译版,请尽量转载,让更多人能阅读。
10দয়া করে এটিকে পুনরায় টুইট করুন, যাতে আরো অনেক লোক এই প্রবন্ধটি পড়তে পারে#মিশর,#জান২৫导演的故事本身即颇具媒体价值,他详细叙述自己遭警方殴打的经过,并以抗争者的角度观察与描述现场,他在文章开头形容自己像个演员参加演出:
11যে ভাবে তাকে পুলিশ প্রহার করেছে এবং একজন পর্যবেক্ষক এবং বিক্ষোভকারী হিসেবে বিক্ষোভে তার উপস্থিতির কারণে, সালামার ঘটনা স্বয়ং প্রচার মাধ্যমের একটি বিষয় হয়ে উঠেছে।
12তিনি তার কাহিনীর শুরু করেছেন একটি ভূমিকায় নিজেকে রেখে:: সে সময় পুরো রাস্তায় কোন মানুষ ছিল না।街道彻底净空,我在路的另一边看到大批人群,起初我以为是抗议民众,但接着我注意到他们都一身黑衣黑裤,手持黑色棍棒朝我们逼 进。
13অনেক দুরে, আমি বেশ কয়েক জন ব্যক্তির এক গণ জমায়েত দেখতে পেলাম। প্রথমে আমি ভাবলাম যে তারা বিক্ষোভকারী, কিন্তু সে সময় আমি খেয়াল করলাম, তাদের সকলের পরনে কালো পোশাক।我想起老战争片里的场景,例如《英雄本色》(Braveheart)、《神鬼战士》(Gladiator)等,我觉得好像站在古战场里,而自己是面对 警方的第一线。
14তারা আমাদের দিকে আসছিল এবং তাদের হাতে ছিল কালো লাঠি।故事之后变得可怕,他也转换角色,从动作片英雄变成战地记者,再变成受害者:
15পুরোনো সব যুদ্ধের চলচ্চিত্রের দৃশ্যের কথা আমার মনে পড়ে গেল, যেমন ব্রেভহার্ট এবং গ্লাডিয়েটর। আমার মনে হচ্ছিল আমরা ঠিক যেন পুরোনো সময়ের কোন এক যুদ্ধ ক্ষেত্রে রয়েছি।我手中握着亲爱的iPhone,我想拍照或拍影片,直到我身边全都是士兵,他们开始用棍棒痛殴我,我的头、脸、胃、腿都疼痛无比。
16পুলিশ যে লাইন বরাবর দাঁড়িয়ে আছে, সেই দিকে দৌড়ানোর ক্ষেত্রে আমি নিজেকে প্রথম ব্যক্তি হিসেবে আবিষ্কার করলাম।
17শিঘ্রই সালামার কাহিনী বেদনায় পরিণত হয়।员警在动手同时,也把他拖离路上,又继续打了好几次:
18এই গল্পে তার ভূমিকা পাল্টে যায়। যুদ্ধের একজন সাহসী বীর থেকে সালামা ঘটনার শিকারে পরিণত হয়:之后我们进入一栋建筑物,这些优秀警员护送我,他锁上入口,把我绊倒,接着又是一阵痛殴。
19আমার হাতে ছিল আমার প্রিয় আইফোনটি।他那时开始想像自己是社会媒体烈士:
20আমি সে সময় ছবি তোলার বা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিলাম। এই অবস্থায় সংখ্যায় বিশাল একদল সৈনিক আমাকে ঘিরে ফেলে।我想起家人,不知道这会对他们有何影响,想起我尚未拍完的电影,想起Facebook网站上为我开设的页面,我好奇页面标题会不会是“我们都是Amr Salama”;我也想到内政部声明会表示,我一定是误吞iPhone而死。
21যারা আমাকে তাদের লাঠি দিয়ে ভয়াবহভাবে পেটাতে থাকে।他最后在某些士兵协助下逃脱,之后他说明自己的动机:
22আমার মাথায়, মুখে, পেটে এবং পায়ে প্রচণ্ড আঘাত করতে থাকে। সালামার উপর আঘাত করা চলতেই থাকে, তাকে রাস্তা থেকে টেনে বাইরে নিয়ে আসা হয় এবং সেখানে কয়েকবার পেটানো হয়:最重要的是,我发现了一些事,我知道自己为何遭殴打、为何抗争,而且在没有口号和复杂政治诉求之下,我明白自己为何经历这一切,因为我希望埃及更好,希望埃及不会有执政者权力永无止尽,希望埃及社会结构没有鸿沟。
23এরপর তারা আমাকে নিয়ে একটি ভবনে নিয়ে প্রবেশ করে। সুন্দর এই সব সেনারা আমাকে ঘিরে রাখে।Nora Shalaby有一整个Flickr相片集呈现抗争的另一面,例如群众在夜间庆祝的画面:
24একজন সেনা প্রবেশ করার গেটটি বন্ধ করে দেয়। সে আমার পা বেঁধে ফেলে এবং আমাকে মেঝেতে ফেলে দেয়, তারপর তারা নির্দয়ভাবে আমাকে পেটাতে শুরু করে।“把穆巴拉克(埃及总统)挂在路灯上”,照片版权属Nora Shalaby,经许可后使用
25তিনি জানাচ্ছে, সে সময় তিনি ভাবতে শুরু করেন যে, তিনি বোধহয় সামাজিক প্রচার মাধ্যমের এক শহীদে পরিণত হতে যাচ্ছেন:
26আমি আমার পরিবারের কথা ভাবতে শুরু করলাম, এই বিষয়টি তাদের উপর কি ভাবে প্রভাব ফেলতে যাচ্ছে, সেই চলচ্চিত্রটির কথা, যা আমি এখনো শেষ করতে পারিনি, আমার জন্য ফেসবুকে যে পাতাটা খোলা হবে তার কথা, সে সময় আমি বিস্ময়ের সাথে ভাবছিলাম, সেই পাতার নাম, “আমরা সকলেই আমর সালামা” হবে কিনা।
27এছাড়াও আমার মনে হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ ক্ষেত্রে কি বিবৃতি প্রদান করবে।
28তারা হয়ত বলবে যে, দুর্ঘটনাক্রমে আইফোন পেটে চলে যাবার কারণে আমার মৃত্যু ঘটেছে
29পরে কয়েকজন সৈনিক তাকে রক্ষা করে, তাদের সহায়তা তিনি এখান থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি তার লক্ষ্যকে সুনির্দিষ্ট করেন।半岛电视台(Al Jazeera)收集许多“街头业余影片”,其中包括malakndawood拍摄的片段里,人们从洒水车上摔落:
30আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবিষ্কার করলাম তা হচ্ছে, এই সমস্ত বিষয় উপলব্ধি করা যে, জানলাম কেন আমাকে পেটানো হল, কেন আমি প্রতিবাদ করছি, আমি জানলাম যে কোন বিশেষ চিহ্ন বা জটিল কোন রাজনৈতিক দাবী দাওয়া ছাড়াই, কেন আমি এই ভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
31আমি এইসব কাজ করছি কারণ, আমি এক সুন্দর মিশরকে দেখতে চাই। একটি সুন্দর মিশর, যেখানে সরকারের উপর করো একচ্ছত্র ক্ষমতা থাকবে না।MFMAegy从屋顶上记录的画面里,恰好呼应另一个历史知名场景,这个片段从类似的摄影角度,拍下埃及在1月25日抗争的“天安门时刻”:
32এবং এক উন্নত মিশর, যেখানে সামাজিক কাঠামোতে কোন বিশাল ফাঁক থাকবে না।
33নোরা শালাবাই, ফ্লিকারের একগাদা ছবি প্রদর্শন করছে, যা বিক্ষোভের বিভিন্ন অবস্থার দৃশ্য তুলে ধরছে।
34রাতের বেলায় প্রাণশক্তিতে ভরপুর বিক্ষোভকারী এবং তাদের উদযাপনের দৃশ্য।
35মুবারককে (তার প্রতীক হিসেবে একটি পুতুলকে) একটি খুঁটিতে ফাঁসি দেওয়া হয়েছে” নোরা শালাবাই।
36২০১০, সকল অধিকার সংরক্ষিত, অনুমতির মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।
37আল জাজিরা একসাথে কিছু আবেগময় ভিডিওর সংকলন তৈরি করেছে যা “রাস্তার অপেশাদার ব্যক্তিদের ভিডিও”।
38এইসব ভিডিও ছাদের উপর থেকে ধারণ করা হয়েছে” যার মধ্যে এক নাটকীয় ভিডিও রয়েছে, যা তুলেছে, মালাকএনদাউদ।
39এটি দেখাচ্ছে জল কামান পরিবাহী গাড়ির ছিটানো পানিতে জনতা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে।
40http://www.youtube.com/watch? v=OoKQLr439Ww&feature=player_embeddedMFMAegy的YouTube影片截图,抗争者阻挡洒水车
41এমএফএমএজেইস এর ভিডিও, যেগুলো ছাদের উপর থেকে তোলা হয়েছে, সম্ভবত সেগুলো বিখ্যাত এই বিক্ষোভ চিত্রের বড় প্রতিচ্ছবি তুলে ধরেছে।
42২৫ জানুয়ারি এই ভিডিওর চিত্রটি মিশরের তিয়ানআনমেন স্কোয়ারের মুহূর্তকে প্রদর্শন করছে।
43একই রকম ক্যামেরা দৃষ্টিকোন থেকে: এমএফএমএজেইস-এর ইউটিউবের স্ক্রিনশট।维基百科页面截图,当年在中国天安门广场阻挡坦克车的民众
44একজন প্রতিবাদকারী জল কামান পরিবাহী গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে।
45উইকিপিডিয়ার একটি প্রবন্ধের স্ক্রিনশট।校对:Portnoy
46যা তিয়েনআনমেন স্কোয়ারের “ট্যাঙ্ক ম্যান” নামে পরিচিত বিক্ষোভকারীর, ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর দৃশ্যটি তুলে ধরছে।
47এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ