# | ben | zhs |
---|
1 | | 科威特:物价“番”倍飙涨 |
2 | কুয়েত: আসুন টমেটোকে পচতে দেই! | [本文英文版原载于2010年10月5日] |
3 | কুয়েতে এখন টমেটোর দাম এক মাস আগে যা ছিল, তার চেয়ে আট গুণ বেশি হয়ে গেছে-আর নেট নাগরিকেরা এ ভাবে এক লাফে টমেটোর দাম বাড়ে যাবার বিষয়টিকে সহজ ভাবে নেয়নি। কি কারণে কয়েক দিনের মধ্যে এক বাক্স টমেটোর দাম আধা দিনার (১. | 在科威特,番茄的价格比一个月前提高了八倍,網絡民众无法泰然接受此事,他们不明白,为何在几天之内,一盒番茄售价能从半块科威特币(1. |
4 | ৭০ ডলার) থেকে হঠাৎ এক লাফে বেড়ে ৪ কুয়েতি দিনারে (১৪ ডলার) পরিণত হয়েছে, তারা এর কোন কারণ খুঁজে পাচ্ছে না। | 7美元)涨至4科威特币(14美元)。 |
5 | আলডেস্টোর লিখেছে: | AlDestor写道: |
6 | আমাদের অথর্ব সংসদ সদস্যদের প্রতি সম্বোধন করা উত্তেজনাপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী তার ক্রমাগত বিশ্ব ভ্রমণের বিষয় সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেছেন এই বলে যে, তিনি কুয়েত এবং উপসাগরীয় এলাকার বাকী অংশের মানুষের আগামী ১৫ বছর পরের খাদ্য নিরাপত্তার উপায় খুঁজছেন। | 在对那些无用的国会议员演讲时,总理为自己时常出访世界各地而缺席而辩解,表示自己在为15年后的科威特及波斯湾地区,积极寻求稳定的食物来源。 |
7 | মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শঙ্কিত যে, সেই সময় আপনাকে আঘাত করবে, আর আমরা এই ২০১০ সালের সব্জির দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে গেছি, বিশেষ করে প্রধান সব্জী টমেটোর দাম বাড়ার কারণে। | 亲爱的总理先生: 您是否知道时间已超越您? |
8 | এইন বাগজি বলছে যে, দাম বেড়ে যাওয়া নিয়ে কি করা উচিত সেটা সমস্যা নয়, এখানে সমস্যা হচ্ছে কি ভাবে বিষয়টিকে মোকাবেলা করা হবে: | 在2010年,我们就已经深受番茄等蔬菜成本高涨所苦。 |
9 | ক্রেতা সংস্কৃতির মধ্যে সমস্যাটি নিহিত, যারা এই চক্রটির গুরুত্বকে বোঝে না, যে চক্রের উপর ব্যবসায়ীরা নির্ভর করে থাকে। | Ein Bagzee指出,问题并非价格上涨,而是该如何处理: |
10 | ব্যবসায়ীরা ক্রেতাদের পণ্য কিনতে বাধ্য করতে পারে না এবং তারপরেও সে শেষ পর্যন্ত আপনার কাছে পণ্য বিক্রি করে ফেলবে, এখানে বিভিন্ন স্তরে ক্ষতিগ্রস্ত হবার বিষয় রয়েছে এবং কেউ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে চায় না। | 问题是在于消费者不了解商人们依赖的重要循环。 商人不能因为最终不同程度的损失和不想完全地亏损,而遏制顾客消费,商人还是会贩 卖他的货品给消费者。 |
11 | সকলেই তাদের পণ্য বিক্রি করে ফেলতে চায় এবং যদি আজ একজন ব্যবসায়ীর এক দিনার ক্ষতি হয়, তাহলে সে একজন ভালো ক্রেতা খুঁজে বার করবে যে কিনা ভবিষ্যৎ-এ ২ দিনারে তা কিনবে এবং এভাবে বাণিজ্যিক চক্রটি চলতে থাকে। | 每个商人都想卖东西,如果商人在今天损失一科威特币,他会在未来用二科威特币的价格卖给顾客,商业周期就是如此运作的。 |
12 | গতকাল ডিমের দাম বাড়তির দিকে ছিল, আজ বেড়েছে টমেটোর দাম, আগামীকাল রুটি বা চালের দাম বেড়ে যাবে, এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়টি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের কৃষি উৎপাদন ব্যবস্থা বন্যায় ধ্বংস হয়ে গেছে। | 昨天,蛋的价 格上涨了;今天是番茄;而明天可能是面包或米。 |
13 | এম-ভিটামিনজ বিস্মিত যে কেন সংসদ সদস্যরা দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না: | 这都是由于巴基斯坦白夏瓦(Peshawar)的农产品被水灾冲毁了。 |
14 | কেন সংসদ সদস্য এবং বিরোধী দলের সদস্যরা টমেটোর দাম বাড়ার প্রতিবাদে ভাষণ, জড়ো হওয়া এবং শোভাযাত্রা বের করছে না? | 国会议员们未因价格上涨而发怒,m-vitaminz感到疑惑: |
15 | কেন তারা এইভাবে লাফিয়ে দাম বাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের পর প্রশ্ন করে তাকে জর্জরিত করছে না? | 为什么国会议员和在野党没有举办演讲和集会,反对番茄涨价? |
16 | কেন তারা জানাচ্ছে না ভয়ানক এই দাম বাড়ার পেছনে কে রয়েছে এবং কেন তারা এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করছে না? | 为何他们没有在国会质询中向总理扬言? 为何他们没有揭露是谁在背后操作物价的飞涨,也没组成调查小组? |
17 | এবং প্রতিবার সমস্যার সময় কুয়েতে যেমনটা হয়, টুইটার এই বিষয়ে নানা রসিকতা এবং মন্তব্যে ভেসে গেছে। | 如同在科威特发生的每个问题,推特上有许多关于此话题的笑话和评论。 |
18 | বোজেইজ বলছে: | BoJaij表示: |
19 | নতুন সংসদ আরাম্ভ হওয়ার চিহ্ন হিসেবে সকল সংসদ সদস্য বিনে পয়সায় এক বাক্স টমেটো পাবে। | 为了庆贺新国会任期的开始,每一位国会议员将获得一箱免费番茄。 |
20 | এবং ফাইয়ুনি এই বিষয়টির সাথে খেলাকে মিশিয়ে নিয়েছে: | 而fayounii则将运动话题带入评论里: |
21 | কোন খেলায় চ্যাম্পিয়ন হলে কুয়েত ফুটবল সংস্থা প্রত্যেক খেলোয়াড়কে এক বাক্স টমেটো উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। | 科威特足球协会已决定要给每位球员一箱番茄,当作冠军奖励。 |