# | ben | zhs |
---|
1 | স্প্যানিশ ভাষী ব্লগাররা জাপানের ভূমিকম্পের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন | 西语博客看待日本强震 |
2 | গত ১১ই মার্চ তারিখে ৮. | 日本于3月11日发生芮氏规模8. |
3 | ৯ মাত্রার যে ভূমিকম্প জাপানকে নাড়িয়ে দিয়েছিল সারা বিশ্বব্যাপী স্প্যানিশ ভাষী ব্লগাররা তার প্রতিক্রিয়া জানিয়েছে। | |
4 | ছবি রোবের্তো ম্যাক্সওয়েল এর সৌজন্যে (সিসি বাই - এনসি - এস এ ২. | 9的强震,来自世界各地西班牙语系博客的回应不少。 |
5 | ০) ব্লগ রেকুর্সোস দে আটুয়াভেদা ( নিজ সাহায্যকারী যন্ত্র) জাপানীদের প্রতিক্রিয়ার উপরে মন্তব্য করেছেনঃ | 照片来自Roberto Maxwell,依据创用CC BY-NC-SA 2.0授权使用 |
6 | জাপানী যারা এমন বড় মাপের দুর্যোগের ভিতর দিয়ে এসেছেন তাদেরকে দেখলে একটা জিনিষ যা আমাকে নাড়া দেয় তা হলো: যে সম্ভ্রম আর শান্ত হয়ে তারা তাদের কষ্টকে আত্মস্থ করে। | |
7 | তারা তাদের চিরন্তন ব্যবহারিক ধারাকে আঁকড়িয়ে ধরে (নিয়মানুবর্তিতা আর নিয়ম) আর তারা তাদের কাধকে চাকার সাথে লাগিয়ে চলেছেন এগিয়ে যাওয়ার জন্য। | Recursos de Autoayuda(自救工具)博客论及日本人的反应: |
8 | এটা একটা জনগোষ্ঠী যারা শিখেছেন তাদের অভ্যন্তরীন শক্তিকে চালিত করতে শতক ধরে, আর যা তার চরিত্র অনুসারে অন্তর্দৃষ্টিতে দেখা যায়। এইসব গুণাবলী ভূমিকম্পে জাপানের প্রতিক্রিয়াতে দেখা যায়। | 在如此重大灾害之后,日本人有一项态度令我震撼,他们隐藏伤痛所展现的尊严与平静,遵守内部自制与秩序的原则,压低姿态熬过这一切,日本文化数千年来都在研究如何运用“气”这种内在能量,充满自省的精神,这种特质在他们对地震的反应中一览无遗。 |
9 | নোরা তার ব্লগ উনা জাপানোসা এন জাপোন (জাপানে একটা জাপানী মেয়ে) এ গত কয়েক দিনে তিনি কি বোধ করেছেন তা তুলে ধরেছেন আর গতানুগতিক মিডিয়ার সংবাদ আর বাস্তবতার মধ্যে পার্থক্যের ব্যপারে তার মতামত জানিয়েছেন: | |
10 | আমরা যারা টোকিও আর এর আশেপাশের এলাকায় আছি তারা ভূমিকম্পকে অনুভব করেছি, আর আমরা আসলেই ভীত ছিলাম, কিন্তু কিছু মানুষ আসলে যা তার থেকে বাড়িয়ে কিছু বলার চেষ্টা করছেন, যার ফলে যেসব শহর আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে রাজধানীর শান্ত পরিস্থিতিকে মিলিয়ে ফেলছেন। | |
11 | টোকিওর পরিস্থিতি সম্পূর্ন স্বাভাবিক না, এখনো কম্পন হচ্ছে, বিদ্যুত চলে যাচ্ছে, কম ট্রেন চলছে এনার্জি বাঁচাতে কিন্তু এটা এমন না যা ট্যাবলয়েড প্রেস আর কিছু মানুষ বলছেন। | |
12 | আমি আশা করি মানুষ জানে কাকে আর কি পড়তে হবে, আর তারা নিজেদের যথাযথভাবে জানাতে পারবে। ব্লগ নিপোক একটি খোলা চিঠি প্রকাশ করেছে জাপানে থাকা স্প্যানিশ নাগরিকদের নিয়ে। | Nora在Una Japonesa en Japón(日本女孩在日本)博客中,回述自己过去几天的经历,也比较传统媒体报导与实际情形有何不同: |
13 | আমরা একদল স্প্যানিশ যারা আসলে জাপানে আছি, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি মিডিয়াকে এই খোলা চিঠি লেখার সাংবাদিকদের সমালোচনা করার জন্য যেভাবে তারা ভূমিকম্প, সুনামি আর এর ফলে সৃষ্ট ফুকুসিমা পারমানবিক রিঅ্যাক্টর আর সাধারণভাবে জাপান নিয়ে যে সংবাদ দিয়েছেন সে ব্যাপারে। | |
14 | জুয়ান ক্রুজ তার ব্লগ মিরা কুই তে লো তেঙ্গো দিচো (আমি তোমাকে হাজার বার বলেছি) পারমাণবিক শক্তি নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে লিখেছেন: পারমাণবিক যে দূর্ঘটনা ভূমিকম্পের আর সুনামির একই সময়ে যা ঘটেছে এই ধরনের শক্তির ব্যাপারে বিতর্ককে পাল্টিয়ে ফেলে। | 东京与周遭地区居民也感觉到地震,我们非常害怕,但有些人企图进一步夸大其词,将真正灾区情况与首都平静气氛混为一谈,东京状况并非完全正常,仍有余震、限电、电车减班节能,但绝非小报或部分人士口中所言,希望民众能傎选阅读内容与来源,才能瞭解确切资讯。 |
15 | এটি এখন কাঁটাযুক্ত একটা সংঘাতে পরিণত হয়েছে যা সহজে বাতিল করা যাবেনা যদিও বৈজ্ঞানিকেরা প্রতিশ্রুতি দেন যে এইসকল স্টেশন নিয়ে আশংকা পুরোপুরি নিয়ন্ত্রনের মধ্যে আছে। | |
16 | ১৯৮৬ সালে ইতিহাসের সব থেকে বড় পারমানবিক দূর্ঘটনা ঘটে ইউক্রেইনের প্রিপায়াতে -চেরনোবিলে। | Nipoc张贴一封公开信,作者是一群在日本的西班牙人: |
17 | তবে, ৩০০ পরিবার যারা সিদ্ধান্ত নেন তাদের বাড়িতে ফিরে যাওয়ার এবং তারা এখনও সেখানে বাস করছেন। | 我们是一群现居日本的西班牙人,决定撰写这封给媒体的公开信,批评记者报导地震、海啸、后续福岛核灾及日本一般消息的内容。 |
18 | জাপানের ভূমিকম্পের পরে চেরনোবিলের ঘটনা আবার আলোচনায় উঠে এসেছে, যেখানে ফুকুশিমার কাছে পারমানবিক শক্তি কেন্দ্রে আগুনের সম্ভাবনা পারমাণবিক শক্তি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। | |
19 | সাংবাদিক আল্ভারো কোল্মের মোরেনো তার ব্লগ ফ্রেন্তে আল এস্ক্রিতোরিওতে ২০০৬ সালের এপ্রিলে লা ভাঙ্গার্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্ট তুলে ধরেছেন, যেখানে তিনি চেরনোবিলের আর বর্তমান পরিস্থিতি নিয়ে লিখেছেন: কিন্তু তারপরেও মানুষ সেখানে বাস করে। | Juan Cruz在Mira que te lo tengo dicho(告诉你上千遍了)博客中,说明有关核能的论辩: |
20 | যে ‘বিশেষ এলাকা' থেকে ৩৫০,০০০ জন রুশকে কোন শর্ত ছাড়া সরিয়ে আনার সরকারের নির্দেশ দেয়ার কিছুক্ষন পরে তেজস্ক্রিয়তা থেকে মৃত্যুর সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশ কয়েকশো মানূষ সিদ্ধান্ত নেন তাদের মূল বাসস্থানে ফিরে যাওয়ার। | |
21 | প্রথমে স্বাস্থ্য কর্তৃপক্ষরা ফিরে যেতে নিষেধ করেন আর ক্ষতিগ্রস্ত এলাকায় তারের বেড়াও দিয়ে দেন। | 核电厂灾变紧接着可怕地震与海啸发生,让核能论辩变成相当棘手的冲突,纵然科学家保证目前这些电厂的危险仍在控制之中,也难以令人信服。 |
22 | কিন্তু মানুষ বাড়ি ফিরতে সক্ষম হয়, আর অবশেষে, এটা বুঝতে পেরে যে এটা ইদুঁর বেড়ালের খেলাতে পরিণত হয়েছে, সেনা বাহিনী তাদেরকে একটা এলাকা দখল করতে দেন যেটা অবশ্যই দূষিত। পৃথিবীব্যাপী প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। | 1986年,史上最严重核灾发生在乌克兰普里皮亚季(Pripyat),亦即车诺比事件(Chernobyl),不过事后仍有300个家庭决心回故乡居住,在日本震灾后,车诺比事件再度成为讨论话题,福岛核电厂威胁也重启核能论辩。 |
23 | প্রত্যেক বছর প্রচন্ড আবহাওয়া আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি বেঁচে আছে। বৃষ্টি, বন্যা, লা নিনা আর এল নিনো জাতীয় জিনিষ, ভূমিকম্প, আগ্নেয়গিরি, টর্নেডো আর হারিক্যান। | 记者Alvaro Colmer Moreno在Frente al escritorio(桌前)博客里,重刊自已于2006年4月为《La Vanguardia》报纸撰写的报导,另回顾车诺比历史与现况: |
24 | প্রতি বছর, বলিভিয়াতে বন্যা হয় ফেব্রুয়ারী মাসের বৃষ্টিতে, আর ২০১১ এর ব্যতিক্রম ছিলনা। ব্রাজিলে, গাব্রিয়েলা বালদেলির মাধ্যমে গ্লোবাল ভয়েসেস আমাদেরকে ২০১১ এর প্রথম দিকের ঘটনা জানিয়েছে। | 然而还有人住在当地,政府下令核电厂附近区域35万居民无条件撤离后,仍有数百人决定回到家乡,无视于可能因辐射而死的危险,起 初卫生单位严格禁止民众返家,甚至在污染区周围筑起铁丝网,但人们依旧想办法回去,军方最后认为这场猫捉老鼠的局面永远没完没了,才允许民众居住在显然受 污染的地区。 |
25 | আর্জেন্টিনার সান্তিয়েগো দেল এস্তেরো প্রদেশে প্রকৃতি আক্রমন করে বন্যা আর ধ্বস দিয়ে যা ব্লগ নো কুয়েরেমোস ইনুন্দারনোস ( আমরা প্লাবিত হতে চাইনা) জানিয়েছে। এ্টি একদল লোক তৈরি করেছেন এইসকল প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার জন্যে। | 世界各地都会发生天灾,极端天候每年提醒我们,大自然依然活动频繁,包括暴雨、洪水、圣婴现象、反圣婴现象、地震、火山爆发、龙旋风、飓风等。 |
26 | ঘরে একটি শিশু- ছবি লরা স্নাইডার এর সৌজন্যে | |
27 | বিশ্বব্যাপি বিভিন্ন দূর্ঘটনার সংবাদ আর অতি সম্প্রতি জাপানেরটি দেখার পরে, যে প্রশ্নটা দেখা যাচ্ছে সেটা হলো: বিপদের সম্মুখিন হয়ে, আপনি কি আপনার বাড়ি ফেলে চলে যাবেন? একই প্রশ্ন করেছেন ওমালাদেদ তার ব্লগ হিস্টোরিয়াস দে লা সিয়েন্সিয়া (বিজ্ঞানের গল্প) যেখানে তিনি ব্যাখ্যা করেছেন তেজস্ক্রিয়তার প্রভাব আর বাড়ি ত্যাগ করার প্রযোজনীয়তা আছে কি না তা নিয়ে: | 玻利维亚每年二月都会出现豪雨成灾,今年亦不例外;全球之声作者Deborah Baldelli也曾报导巴西在今年初的洪水;阿根廷[Santiago del Estero Santiago del Estero]省也发生洪水与山崩,No queremos inundarnos(我们不想淹水)博客由一群邻居组成,希望想办法减少天灾损失。 |
28 | ক্যান্সার হওয়ার সম্ভবাবনা ২০% থেকে ২১. | 待在家的孩子,照片来自Laura Schneider |
29 | ৮% বৃদ্ধি পায়। তাই আমি প্রশ্নটা ঘুরিয়ে করবো। | 综览世界各地与最近日本的灾害后,问题在于,若灾变临头,你会弃守家园吗? |
30 | যদি আপনাকে বলা হয় যে এলাকায় আপনি বাস করছেন সেখানে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২০% এর পরিবর্তে ২১. | Omaladed便在Historias de la ciencia(科学故事)博客中提出这项问题,并说明辐射效应与撤离有没有必要: |
31 | ৮% হবে, আপনি কি আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন? | 罹癌机率从20%增至21. |
32 | ছবি রোবের্তো ম্যাক্সওয়েল এর সৌজন্যে (সিসি বাই - এনসি - এস এ ২. ০) | 8%,我把问题反过来说,若他们通知你,现有居住环境的罹癌风险不是20%,而是21.8%,你会放弃家园吗? |