# | ben | zhs |
---|
1 | আমি কেন নওরোজ উৎসব পছন্দ করি | 为何我如此热爱伊朗新年? |
2 | টরি এগারম্যান নওরোজ উৎসবের প্রচলিত রীতিনীতির ব্যাখ্যা দিয়েছেন। | Tori Egherman 解释了伊朗新年的传统,以及她为何如此热爱。 |
3 | এবং তিনি কেন উৎসবটি পছন্দ করেন, তাও বলেছেন। এহসান খাকবাজের ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে (সিসি বিওয়াই-এনডি-এসএ ২. | 图片由 Ehsan Khakbaz H. 透过 Flickr 提供。( |
4 | ০)। পোস্টটি লিখেছেন আরসেহ সেভমের অনুষ্ঠান সমন্বয়ক টরি এগারম্যান। পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে আরসেহ সেভম ওয়েবসাইটে। | CC BY-ND-SA 2.0) |
5 | নওরোজ ইরানের জন্য একটি চমৎকার সময়। মহাবিষুবের (যেদিন দিন-রাত সমান) আগের মঙ্গলবারে আতশবাজির মধ্যে দিয়ে নওরোজ উদযাপন শুরু হয়। | 本文由 Arseh Sevom 的活动策划 Tori Egherman 所撰写。 |
6 | আতশবাজি পুড়িয়ে জনতা চিৎকার করে বলে, আগুনে দূর হয়ে যাক অমানিশার অন্ধকার ও অমঙ্গল বারতা, নওরোজ সবার জীবনে নিয়ে আসুক আনন্দ ও সুস্থতা। | |
7 | দু'সপ্তাহব্যাপী চলা উৎসব শেষ হয় পিকনিকের মধ্যে দিয়ে। | 本篇文章的首次发表於 Arseh Sevom 网站上。 |
8 | ইরান ছাড়াও এই অঞ্চলের অন্যান্য দেশের মানুষজনও নওরোজকে নববর্ষ হিসেবে পালন করে। | Norooz(或称为Nowruz),在伊朗是一年之中美好的时光。 |
9 | তবে ইরানে উৎসবটি ব্যাপক আকারে পালিত হয়। | 有着烟火与跳祝火的庆祝活动会在春分前的最後一个礼拜二开始。 |
10 | এ সময়ে নানা শ্রেণি, ধর্ম ও জাতিসত্ত্বার মানুষ পারস্পারিক ভেদাভেদ ভুলে একত্রে উৎসবটি পালন করে থাকেন। দু'সপ্তাহের ছুটি সবাই যে একইভাবে উদযাপন করেন, তা কিন্তু নয়। | 人们跳过祝火并且大喊着:「Zardiye man az to, Sorkhieh to az man(将黑暗和疾病丢入火中,重新从祝火中获得健康及快乐)。」 |
11 | অন্য সব অভাবনীয় উপায়েও উদযাপন করা হয়ে থাকে। | 接下来,他们在两个礼拜後的野餐盛会中结束此一连串的庆祝活动。 |
12 | আমি ইরানে থাকার সময়ে নওরোজকে সাদরে বরণ করে নেয়ার উত্সব হিসেবে দেখেছি। | Norooz 是全国共同庆祝的日子,包含了伊朗人与该地区来自其他地区国家的人。 |
13 | দু'সপ্তাহের জন্য তারা আমাকে একজন ইরানিয়ান হিসেবেই দেখেছেন। | |
14 | কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়াই আমাকে রুমে ঢুকতে দিয়েছেন। নওরোজ উদযাপন সবার জন্য উন্মুক্ত। | 在伊朗,庆祝大会是充满活力且令人兴奋的,是一种相容不同阶级丶信仰及种族的文化展现,你无法想像在这持续两周的节日没有任何庆祝活动。 |
15 | এজন্য কোনো কিছুতে বিশ্বাস রাখতে হবে এমন নয়। | 当我住在伊朗的时候,新年假期就像是在欢迎你的到来。 |
16 | ব্যক্তিগত এবং উন্মুক্তভাবে উৎসবটি পালন করা হয় বিধায়, যে কেউ উৎসবটি উপভোগ করতে পারেন। | |
17 | সাধারণত মার্চের ২১ তারিখে মহাবিষুবের দিনে নওরোজ উৎসব পালন করা হয়ে থাকে। | |
18 | মহাবিষুব সারা পৃথিবী জুড়ে একই সময়ে সংঘটিত হয়। তাই এ সময়ে বছর পরিবর্তন হয়। | 他们让我有机会可以在这一年当中,当上两个礼拜的伊朗人,不带一丝成见地让我参与庆祝活动。 |
19 | লস অ্যালেঞ্জসে যখন রাত ৩টা, তেহরানে তখন বেলা আড়াইটা। | 伊朗的新年传统很开放又吸引人,也不强求你和他们有一样的宗教信仰。 |
20 | এ সময়ে নতুন বর্ষ শুরু হয়। নতুন বছর উদযাপনের নানা ঐতিহ্য রয়েছে। | 庆祝兼具个人与公开的活动,并且广大到任何人都可以去享受这场盛会。 |
21 | এ সময়ে তারা ঘরদোর পরিষ্কার করেন, দান-খয়রাত করেন, নতুন কাপড়-চোপড় কেনেন, উপহার প্রদান এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িতে দেখা করতে যান। | |
22 | বেশিরভাগ পরিবারই তাদের বাড়িঘর হাফতসিন (সাতটি এস) দিয়ে সাজান। | 伊朗新年落在春分的时刻,通常是3月21日。 |
23 | টেবিলে যতো আইটেম থাকে, তাদের সবগুলোই ‘এস' দিয়ে শুরু। | 因为全世界在同一时间迎接春分,一年的更迭也是如此。 |
24 | টেবিলের আইটেমগুলোতে নতুন বছরের সাধারণ থিমগুলো থাকে। | 无论是在洛杉矶的凌晨三点钟或是德黑兰的下午两点半,新的一年就这样开始了。 |
25 | যেমন: নব জীবন, প্রজ্ঞা, স্বাস্থ্য ও সমৃদ্ধি। | 人们遵照着传统来迎接新年,他们忙着大扫除丶除旧布新丶添购新衣丶拜访亲朋好友及送礼。 |
26 | আপনি সাধারণত স্প্রাউট, পুডিং, কয়েন, ডিম-সহ আরো কিছু আইটেম দেখতে পাবেন। আপনি যদি নওরোজ উৎসব নিয়ে আরো কিছু জানতে চান, তাহলে গুগলে অনুসন্ধান করুন। | 大部分的家庭都会用 haft sin(七项由S开头的物品)来装饰他们的房子,这些东西通常代表着新年的愿望,其中有:重生丶智慧丶健康与财富,最常见的有秧苗丶布丁丶钱币和鸡蛋等。 |
27 | দেখবেন নওরোজ সম্পর্কে একগাদা তথ্য আপনার সামনে হাজির হয়েছে। | 如果你想知道更多关於 Norooz 的传统,只要简单上网搜寻即可得到很多资讯。 |
28 | শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন পিডিএফ আকারে দেয়া আছে। তাছাড়া এই লিংকে সিজদেহ বেদার সম্পর্কে বলা আছে। | 哈佛大学有一个提供给老师们的指南,此连结 提供 Sizdeh Bedar 的概览,Sizdeh Bedar 是正式为两周的 Norooz 划下句点的野餐盛会。 |
29 | এটি এক ধরনের পিকনিক। এর মধ্যে দিয়েই দু'সপ্তাহব্যাপী চলা নওরোজ উৎসব শেষ হয়ে যায়। | 以上,我要向所有参加 Norooz 的人说声:「新年快乐」,也要对那些还没参加的人说:「现在开始还来的及!」 |
30 | যারা যারা নওরোজ উদযাপন করছেন, তাদের সবাইকে শুভ নববর্ষ। আর যারা নওরোজ উদযাপনে যোগ দেননি, তাদেরকে বলছি, উদযাপনে যোগ দেয়ার সময় কিন্তু ফুরিয়ে যায়নি। | 译者:Eve Lin 校对:Bamboo Hsu、Timmy Shen |