# | ben | zhs |
---|
1 | এ্যাঙ্গোলা: নতুন বিমানবন্দর নিয়ে বিরোধ ও বিতর্ক | 安哥拉:新机场的争议与矛盾 |
2 | ২০১০ সালের আফ্রিকান কাপ অফ নেশনস (সিএএন) টুর্নামেন্টের আয়োজক দেশ হতে যাচ্ছে এ্যাঙ্গোলা। এটি এমন এক টুর্নামেন্ট যার আয়োজন করতে পেরে আফ্রিকার জনগণ অত্যন্ত গর্বিত এবং উজ্জীবিত। | 安哥拉正准备在2010年主办非洲国家杯足球赛,这场活动让当地民众备感骄傲,也促进政府加速兴建基础建设,以欢迎各国选手与游客,其中一项重要工程为扩建首都罗安达(Luanda)的「二月四日国际机场」,这个日子是为纪念安哥拉独立战争之始。 |
3 | ফুটবল খেলোয়াড় এবং বিদেশী অতিথিদের আগমন উপলক্ষে নতুন বিল্ডিং এবং পরিকাঠামো তৈরী করা হচ্ছে। | 政府已筹资7400万美元整建机场,工程目前正在进行,预计耗时一年,新航厦将有两座现代化且设备齐全的登机大厅,还有28个报到柜台,每年可载运逾三亿人次的乘客。 |
4 | সেই নতুন কাঠোমো উন্নয়ন কাজের অংশ হিসেবে লুয়ান্ডা বিমানবন্দরের বাড়তি নির্মাণ অন্তর্ভুক্ত (লুয়ান্ডা বিমানবন্দর ফ্রেব্রুয়ারী চার নামে পরিচিত- কারন ফ্রেব্রুয়ারী চার তারিখে এই জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে)। | |
5 | বিমানবন্দরের নতুন সংস্কার এবং অতিরিক্ত নির্মাণের জন্য এ্যাঙ্গোলা সরকার বাজেট বরাদ্দ করেছে চার মিলিয়ন আমেরিকান ডলার। | 兴建工程分为两阶段进行,第一阶段包括入境大厅、停车场(可容纳10辆巴士、24辆出租车与650辆轿车)及主跑道,第二阶段包括登机区域与二楼。 |
6 | বিল্ডিং নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে এ আগামী বছরে এই কাজ শেষ হবে। | 这项计划获得许多人支持,Maria Liberdade[葡萄牙文]在「营火旁的男孩」博客张贴以上图片,并表达心中喜悦: |
7 | এই বিমানবন্দরে একটি প্যাসেঞ্জার টার্মিনাল থাকবে যা কিনা পর্যায়ক্রমে পরিবর্তিত হবে দুটি আধুনিক এবং ভালোভাবে সজ্জিত বোর্ডিং রুমে এবং ২৮টি চেক ইন কাউন্টার (প্রবেশ পথ) ও অপেক্ষাগার থাকবে। এখানে বছরে প্রায় ৩০ কোটির বেশী যাত্রী ভ্রমণ করবে। | 好消息,今天新罗安达机场计划正式曝光,也揭露更多这项庞大计划的细节,这项方案对罗安达市新形象有极大冲击,甚至可让空中巴士新型A380客机起降(A380是当今最大客机),新机场站在现代潮流前端,希望除了计划中的结构,设计师也能考虑未来拓建空间,因为安哥拉还会持续成长,我希望新机场能如期于2010年启用。 |
8 | এই বিল্ডিং দুই ধাপে তৈরী হবে। প্রথম অংশটি আগমন বা প্রবেশ এর জন্য তৈরী হবে ও এখানে থাকবে কার পার্ক (১০ টি বাস, ২৪ টি ট্যাক্সি, এবং ৬৫০ টি গাড়ী ধারণ ক্ষমতা সম্পন্ন এই হবে কার পার্ক অঞ্চল) ও প্রধান বা মেইন রানওয়ে। | 除此之外,安哥拉还有计划要在中国资助下,起建另一座崭新机场,不过这项规划案目前暂停,先进行「二月四日机场」修缮与扩建案。 |
9 | দ্বিতীয় অংশটি বোর্ডিং এলাকা ও দ্বিতীয় তলা-র জন্য বরাদ্দ করা হবে । এই পরিকল্পনাটি প্রশংসা পেয়েছে। | 不过这项中国资助案里,部分领导人的言论出现争议与矛盾,也有人对规划地点有所批评,「安哥拉摆脱烦恼」[葡文]博客便指出: |
10 | পর্তুগীজ ভাষার ব্লগ মেনিনোস ইয়া ভোল্টা ডা ফোগুইয়েরা (অগ্নিকুন্ডের চারপাশের বালকেরা) ব্লগের লেখিকা মারিয়া লিবেরডাডে উপরের ছবিটি প্রকাশ করেছেন এবং বলছেন তিনি আসলে কতটা সুখী। ভালো সংবাদ। | 安哥拉将兴建新机场,没有人知道预算规模大小,只知道会向中国贷款修建,新机场地点设于Bengo省的Bom Jesus,不过尚未经部长会议通过,且据《Angonotícias》报纸指出,劳工多数将来自中国,但安哥拉国内还有数百万人失业,听起来真是丢脸! |
11 | আজ আমরা লুয়ান্ডা বিমান বন্দরের নতুন প্রজেক্ট এর সুচনা করলাম। এই বিশাল উন্নয়ন লূয়ান্ডা শহরকে এক নতুন চেহারা দেবে। | 完全忽视民主、国会与安哥拉人民,我怀疑支持本案的政府与人民可曾想过,虽然预期安哥拉空运业与观光人数会增加,但可有任何研究显示罗安达需要两座机场? |
12 | এতে এমনকি সাম্প্রতিকতম বিমান এয়ারবাস এ৩৮০-র স্থান সংকুলান হবে। | 有谁研究过将多少航空公司经营罗安达航线? |
13 | বর্তমানে এয়ারবাস এ৩৮০ বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। | 我国的机票价格全球最高! |
14 | নতুন বিমানবন্দর আধুনিকতার এক উপমা। | 国内毫无观光业可言! |
15 | আমরা আশা করি এই বিমানবন্দর পরিকল্পিত কাঠামোর মধ্যে এর ডিজাইন ভবিষ্যতের এক চেহারা আমাদের মনে ফুটিয়ে তুলতে পারবে, বিশেষ করে যখন দেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। | |
16 | আমি আশা করছি ২০১০ সালে এই বিমানবন্দের আমি পা রাখতে পারব, যেমনটা আমি পরিকল্পনা করেছি। | |
17 | এটা জানানো দরকার যে দেশটির আরেকটি একেবারে নতুন বিমান বন্দর বানানোর পরিকল্পনা রয়েছে, যার অর্থায়নে রয়েছে চায়না। | |
18 | কিন্তু খানিকটা সময় ধরে এর কাজ বন্ধ হয়ে আছে। | 他们要如何接驳民众从Bengo前往罗安达? |
19 | এখানকার লোকদের সরিয়ে নতুন বসতি তৈরী করা ও সেই ৪ঠা ফেব্রুয়ারী বিমানবন্দরের অতিরিক্ত কাজের জন্য। কিন্তু যে স্থানে বিমানবন্দর নির্মাণ এর কাজ চলছে সেই জায়গা ও এই বিমানবন্দর নির্মাণ বিষয়ে কিছু নেতা বিরোধপূর্ণ এবং বির্তকিত বক্তব্য প্রদান করেছে। | 观光客届时会抵达这座巨大、现代及豪华的机场,但一离开机场,前往罗安达一路上都会见到贫民窟,路面坑坑巴巴、满是破烂车辆、没有大众运输系统,换言之,他们会抵达一个混乱、肮脏、毫无吸引力的城市! |
20 | ডেজাবাফোস এ্যাঙ্গলোয়ান (এ্যাঙ্গোলবাসীর দায়মুক্তি, পর্তুগীজ ভাষায়) ব্লগের লেখক তার মধ্যে অন্যতম। বাজারে আমাদের বিমানে ভ্রমণের দাম সবচেয়ে বেশী! | 我相信这个计划若开始执行,我认为安哥拉民众将付出大笔无谓的代价,我同意既有机场很没用,也令人觉得丢脸…但那是因为使用率太低、管理不佳所致。 |
21 | আমাদের দেশে কোন পর্যটকের আগমন নেই। কি ভাবে তারা কল্পনা করে বেঙ্গ থেকে লুয়ান্ডায় পর্যটকরা বিমানে যাবে? | 包括Huambo、Benguela、Cabinda、Luena、Kuíto、Saurimo、Dundo等各省的国内线机场也将翻修。 |
22 | পর্যটকরা যখনই বিমানবন্দরে অবতরন করবে (এই কারনে একটা বিশাল, আধুনিক, এবং বিলাসবহুল বিমানবন্দর বানানো হয়েছে।) এবং বিমানবন্দর ত্যাগ করবে, তারা আবিস্কার করবে সারা লুয়ান্ডা শহরে বস্তি ছড়িয়ে আছে। | |
23 | যেতে যেতে দেখবে খাদ-এ পরিপূর্ণ রাস্তা, বিশৃংখলাপুর্ন যানবাহন ব্যবস্থা এবং জনগণের যাতায়াতের জন্য আলাদা কোন পরিবহন ব্যবস্থা নেই। | |
24 | অন্যভাবে বলা যায় তারা একটা হট্টগোলপুর্ন , নোংরা এবং আর্কষণহীন শহরে এসে উপস্থিত হয়েছে! | 校对:Soup |
25 | আমি বিশ্বাস করি এই এই প্রজেক্ট যদি চলতে থাকে এবং এটা আমার একান্ত মতামত যে এ্যাঙ্গোলা এক্ষেত্রে একটা দামী এবং প্রয়োজনহীন টাকা প্রদান করবে। | |
26 | আমি একমত যে আমাদের বর্তমান বিমানবন্দর ব্যবহার অনুপযোগী এবং যা দেখে লজ্জা পেতে হয়- কিন্তু এটা কেবল অপরিমানদর্শী ব্যবহার এবং দুর্বল ব্যবস্থাপনার কারনেই ঘটেছে।” | |
27 | অন্য স্থানীয় বা আঞ্চলিক বিমানবন্দর যেমন হুয়াম্বো প্রদেশ, বেঙ্গুয়েলা, কাবিন্দা, লুয়েনা, কুইটো, সায়রিমো এবং ডুন্ডওও বিমানবন্দর এর আধুনিকীকরনও করা হবে। | |