# | ben | zhs |
---|
1 | হন্ডুরাস: ভিডিওর মাধ্যমে রাজনৈতিক অবস্থা বোঝানোর চেষ্টা | 宏都拉斯:影片记录政治事态发展 |
2 | হন্ডুরাসে সাম্প্রতিক বিভ্রান্তকর ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে দেশের জনগণ এখনও বুঝে উঠতে পারেনি যে আসলে কি ঘটেছে, যেমনটি আমাদের আগের পোস্টে আমরা আলোচনা করেছি। এই দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি জেলায়াকে সেনাবাহিনী কর্তৃক রাতের পোশাকে কোস্টা রিকা পাঠিয়ে দেয়া হয় এবং মিশেলেত্তিকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে, যিনি ক্ষমতায় এসেই পরিস্থিতি শান্ত রাখার জন্যে কার্ফিউ জারী করেছেন। | 宏都拉斯近期事态发展令人忧虑,民选总统塞拉亚(Manuel Zelaya)遭军方逮捕,还穿着睡衣便遭送往哥斯达黎加,随后新总统米契勒提(Roberto Micheletti)掌权,宣布实施宵禁稳固社会秩序,一如全球之声先前报导,民众试图理解当前情况,有些人运用影片展现观点,以下几段画面即为例,接下来这张照片则由Flickr用户Bllq21提供,呈现6月28日事件发生后的社会混乱情形。 |
3 | কিছু অধিবাসী ভিডিও ব্যবহার করে তাদের মতামত প্রকাশের চেষ্টা করছেন, আমার সেরকম কয়েকটি প্রচেষ্টাকে তুলে ধরব। | 照片来自Flickr用户Bllq21,依据创用CC授权使用 |
4 | নীচের ছবিটি সাম্প্রতিক গোলযোগের উপর ছবির একটি সেটের অংশ যা ২৮শে জুনের ঘটনার পর বিএলএলকিউ২১ কর্তৃক ফ্লিকারে আপলোড করা হয়। | 第一段影片为英语发音,在Twitter网站上广为流传,说明为何宏都拉斯的情况不该称为政变: |
5 | ছবি বিএলএলকিউ২১ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | 下一段影片看法相反,认为此事就是政变,以下文字译自影片内文: |
6 | প্রথম ভিডিওটি ইংরেজী ভাষায়, যা প্রকাশের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে প্রচার করা হয়েছে। | 6月28日星期日,由于总统塞拉亚遭到绑架并驱逐出境,导致宏都拉斯宪政崩解。 |
7 | এই ভিডিওটি ব্যাখ্যা করে যে কেন সাম্প্রতিক ঘটনাবলীকে সামরিক অভ্যুত্থান বলা যাবে না। পরবর্তী ভিডিওতে এর সম্পূর্ণ বিপরীত ধর্মী এক মতামত দেখা যায়, যা বর্ণনা করে যে এটি সত্যিই একটি অভ্যুত্থানের ঘটনা। | 人们获取资讯受阻,电力供应也中断,电话、网络、国内外新闻频道均遭封锁,政变人士甚至占领另类新闻网络。 |
8 | নীচের উদ্ধৃতিগুলো এই ভিডিওর কথাবার্তা থেকে নেয়া হয়েছে। ২৮শে জুন রবিবার। | 他们透过亲政变网络操弄资讯。 |
9 | সাংবিধানিক নির্দেশ ভঙ্গ করে রাষ্ট্রপতি হোজে মানুয়েল জেলায়া রোজালেসকে অপহরণ করে দেশ থেকে বের করে দেয়া হয়। তথ্যের অবাধ প্রবাহকে বাধা দেয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল, টেলিফোন, ইন্টারনেট এমনকি সব জাতীয় এবং আন্তর্জাতিক নিউজ চ্যানেল ব্লগ করা হয়েছে। | 人民团体、公民组织、同性恋者、学生、教师会、女性主义者及其他捍卫法治制,都聚集在政府大楼前。 |
10 | সব ধরনের সংবাদ মাধ্যমকেই বাধা দেয়া হয়েছে। | 全国民众支持法治,反抗国会与军方等亲政变人士。 |
11 | তারা অভ্যুত্থান সমর্থনকারী প্রচারমাধ্যম দ্বারা সংবাদ নিয়ন্ত্রণ করেছে। | 在迫害面前…让我们一起捍卫法治! |
12 | বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবিরা, সমকামী অধিকারের দল, শিক্ষকদের সংগঠন, নারীবাদী দল এবং অন্যান্যেরা সরকারী অফিসের সামনে আইনের শাষন রক্ষার জন্যে আন্দোলন করেছে। | 这可不是权力转移,这是政变! |
13 | সারাদেশেরই নারীপুরুষ অভ্যুত্থান সমর্থনকারী ন্যাশনাল কংগ্রেসের সদস্য এবং সেনাবাহিনীর কাছ থেকে আইনের শাষন রক্ষার চেষ্টা করেছে। সকল নীপিড়ন রুখে.. | 无论新政府发表声明,强调目前情况平和,自6月28日之后,确实存在暴力发生,例如这段影片: |
14 | আইনের শাষন প্রতিষ্ঠায় আসুন তৎপর হই। এটি ক্ষমতার পরিবর্তন নয়, এটি সামরিক অভ্যত্থান! | 校对:Soup |
15 | এর পরের ভিডিও দেখাচ্ছে ২৮শে জুন ক্ষমতার পরিবর্তনের পর বেশ কিছু সংঘাত, যদিও বর্তমান সরকারের ভাষ্যমতে পরিস্থিতি শান্ত আছে। | |