# | ben | zhs |
---|
1 | উইঘুর বাসীরা: উত্তরপশ্চিম চীনে নিপীড়িত মুসলমান সংখ্যালঘুরা | 中国:迫害西北部维吾尔族 |
2 | আজ আমরা চীনের জিনজিয়াং অঞ্চলে একটি মুসলিম সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর দিকে দৃষ্টি দেবো যাদের সংস্কৃতি মধ্য চীনা সরকারের দ্বারা হুমকির মুখে। | 今日我们关注维吾尔族人的处境,维吾尔族是中国新疆地区伊斯兰少数民族,中国中央政府不断企图抹灭其文化,原本是认为他们是分离主义者,经历美国911恐怖攻击事件后,更视他们为恐怖份子。 |
3 | প্রথমত: তাদের উগ্রপন্থী ভাবা হত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের আক্রমণের পরে এখন গণ্য করা হয় সন্ত্রাসী হিসেবেও। | 照片来自http://futureatlas.com |
4 | ছবি ফিউচার এটলাসের সৌজন্যে http://futureatlas.com যদিও তাদের ধর্মীয় সীমাবদ্ধতার দরুন তিব্বতীয়দের মত তাদেরও অনেক নিপীড়নের স্বীকার হতে হয়েছে যেমন কঠোর বিধিনিষেধ, জোর করে গর্ভপাত, কারাগারে পোরা এবং মেরে ফেলা। | 维吾尔族和藏族相仿,均因宗教态度遭受各种迫害,例如宗教限制、强迫堕胎、牢狱之灾与政治迫害,相较于佛教徒的案例,维吾尔族人的景况较少受西方人士注意。 |
5 | তবে উইঘুরদের (বিবিধভাবে একে বানান করা হয়) এই অবস্থা তিব্ব্তীদের মত পশ্চিমাদের কাছে দৃশ্যমান নয়। পূর্বে গ্লোবাল ভয়েসেস এর নিবন্ধে আমরা তাদের পরিস্থিতি অনুসরণ করেছি যেমন তাদের অনলাইন আলোচনাচক্র ২০০৮ সালে চীনা সরকার বন্ধ করেছিল। | 全球之声过往先后追踪维吾尔族情况,例如网络论坛在2008年遭中国政府关闭,以及中国政府如何向他国施压,要求各国拒绝庇护中国眼中的罪犯;先前共有17名维吾尔族人遭囚禁在美国关达那摩监狱,但在获释后,中国威胁各国拒绝收容他们。 |
6 | এবং চীনা সরকার বিভাবে অন্যান্য দেশকে চাপ দিয়েছিল এদের দূষ্কৃতী হিসেবে গণ্য করে তাদের আশ্রয় দিতে অস্বীকার করার জন্যে। এমনটিই হয়েছিল গুয়ান্তানামো বের ১৭ উইঘুর বন্দীদের সঙ্গে, যাদের মুক্তি দেওয়া সত্বেও চীন তাদেরকে গ্রহণ না করতে অন্যান্য দেশগুলোকে চাপ দিয়েছিল। | 中国在新疆成立维吾尔族自治区,但亦有人称之为维吾尔斯坦或东土耳其斯坦,以下影片由「拯救东土耳其斯坦」计划提供,其中提到由于各种宗教迫害手段,例如以家庭计划为名强迫堕胎、核武测试造成多人死亡等,维吾尔文化可能因此灭绝:East Turkistan (Uyghur) Genocide by China - video powered by Metacafe |
7 | জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্বশাষিত অঞ্চলকে বিকর্কিতভাবে উইঘুরস্তান বা পূর্ব তুর্কিস্তান বলা হয়, এবং এই পরবর্তী ভিডিওটি পূর্ব তুর্কিস্তান বাঁচাও প্রকল্পের যারা আমাদের জানাচ্ছে যে ধর্মের বিশ্বাসের জন্যে তাদের বিরুদ্ধে নিপীড়নের কারনে যেমন জোড়পূর্বক গর্ভপাত এবং তাদের নিয়ে পরমাণবিক পরীক্ষা করার মাধ্যমে উইঘুরবাসীর সংস্কৃতি মরে যাবে: | |
8 | নীচে স্ট্যানলি ফাউন্ডেশনের তৈরী উইঘুরদের নিয়ে ডকুমেন্টারী ভিডিওটি দেখাচ্ছে উইঘুরদের সংখ্যা কিভাবে কমে আসছে। তাদের শিশুকে কিভাবে বড় করবে তা নিয়ে বাধ্যবাধকতা থাকায় তাদের ধর্মীয় সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে স্থানান্তরে সমস্যা দেখা দিচ্ছে। | 以下是史丹力基金会(Stanley Foundation)有关维吾尔族的记录片,其中关注维吾尔族人口日减,再加上政府对孩童教养方式的种种限制,导致他们无法将宗教传统传递给后代,演变为他们所谓的「文化大屠杀」: |
9 | তাই একে তারা একটি সাংস্কৃতিক গণহত্যা বলছে: | 校对:Portnoy |