# | ben | zhs |
---|
1 | ছবি: প্রবল ধোঁয়াশায় চীনের শ্বাসরুদ্ধকর অবস্থা | 图片:严重的雾气使中国窒息 |
2 | বিগত সপ্তাহে পুর্ব চীনে রেকর্ড পরিমাণ ধোঁয়াশা (কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ) নিয়ে পশ্চিমা এবং চীন উভয়ের প্রচার মাধ্যম প্রচুর লেখালেখি করেছে। | 過去幾週,中國東部地區一再刷新紀錄的霧霾天氣,吸引了中西方媒體的大量關注與評論。 |
3 | এর ফলে বিমান যাত্রা বাতিল করা হয়েছে। আর স্কুল শুরু হতে দেরি হয়েছে। | 航班被取消,學校被迫停課。 |
4 | চীনের সোশ্যাল মিডিয়ায়, উইবো এবং উইচ্যাট ব্যবহারকারীরা তাদের ধোঁয়া ঢাকা শহরের ছবি পোস্ট করেছে এবং সেখানকার বাতাসের গুণগত মানের সূচক আপডেট করেছে, ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে কি ভাবে ধোঁয়াশা দূর করতে ভাবে সেটি সহ একটি হতাশাজনক ইনফোগ্রাফিক প্রচার করা হয়। | 在中國的社群媒體微博和微信上,網友們不停地發佈大霧籠罩城市的圖像,不斷更新空氣質量指數。 |
5 | নেট নাগরিকরা উইচ্যাটে সাংহাই শহরের ধোঁয়ার ছবি পোষ্ট করেছে | 2013年12月4號,微博上出現一張令人沮喪的圖表,告訴人們怎樣戰勝霧霾。 |
6 | এ ক্ষেত্রে যে পরামর্শ প্রদান করা হয়েছে তা পাঠ করুন: | 建議是這樣說的: |
7 | ১ একটি টুপি পরুন | 網友在微信po出上海霧氣壟罩的樣子。 |
8 | ২ মুখোশে মুখ ঢাকুন ৩ লম্বা কোট পরুন | 1、戴上帽子 |
9 | ৪ ঘরের বাইরের কাজ আপাতত বন্ধ রাখুন | 2、戴上口罩 |
10 | ৫ বাইরে থেকে আসার পর মুখ এবং হাত ধুয়ে ফেলুন | 3、穿上長外套 |
11 | ৬ মুখের বদলে নাক দিয়ে নিঃশ্বাস নিন ৭ নাক পরিষ্কার করুন | 4、減少戶外活動 |
12 | ৮ উপযুক্ত সময়ে জানালা খুলুন ৯ তাড়াতাড়ি ঘুমান | 5、外出後洗臉洗手 |
13 | ১০ প্রচুর পানি পান করুন ১১ ধূমপান এড়িয়ে চলুন | 6、用鼻子呼吸,不要用嘴 |
14 | ১২ প্রচুর মৌলিক ফাইবার যুক্ত খাবার খান | 7、清理鼻子 |
15 | এদিকে চীন সরকার আবহাওয়া এবং রাস্তার বারবিকিউ করাকে এই ধোঁয়াশাপূর্ণ আবহাওয়ার কারণ হিসেবে উপস্থাপন করেছে এবং তা দূর করার জন্য কিছু প্রচলিত জ্ঞান তুলে ধরেছে। | 8、選擇合適的時間開窗透氣 |
16 | খোলামেলা বক্তব্যের এক টিভি অনুষ্ঠান উপস্থাপক মেঙ্গফাই এই বায়ু দূষণ বিষয়ে তার ভেতরের ভাবনা তুলে ধরার মত যথেষ্ট সাহসী ছিল [চীনা ভাষায়], এই সময় যা এক বিরল ঘটনা বিশেষ করে ওয়েবো বিতর্ক এবং মতামত প্রদানের জন্য এক বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে যেখানে সরকার বড় আকারের দমন অভিযান পরিচালনা করে। | |
17 | সেন্সরশিপ এড়ানোর জন্য তিনি একটি স্ক্রীনশটের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেছেন : | 9、早點睡覺 |
18 | ১ কেবল আবহাওয়ার কারণে নয়, পরিবেশ দূষণের কারণে এই ধোঁয়াশা, আর এর জন্য অবশ্যই প্রধান দায়ভার সরকারের। | 10、多喝水 |
19 | ২ এই বায়ু দূষণ এবং ধোঁয়াচ্ছন্ন আবহাওয়ার জন্য কয়লা পুড়িয়ে তাপ উৎপন্নকারী প্রজন্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। | 11、不要吸菸 |
20 | কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা জিডিপির হার হ্রাস করে ফেলবে, কাজেই স্থানীয় সরকার এই কাজটি চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। | 12、多吃含有纖維的食物 |
21 | ৩ বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাগরিকদের কম কম গাড়ি চালানোর আহ্বান জানানো নির্বোধের কাজ নয়, বরঞ্চ নাগরিকদের মনোযোগ ভিন্ন দিকে পরিচালিত করার এক ভালো কৌশল। | 雖然中國政府拿壞天氣和路邊的燒烤當做霧霾天氣的藉口,並傳授怎樣躲避霧霾侵害的知識,但是,敢於直言的電視節目主持人孟非很勇敢,分享了他對霧霾天氣的看法。 |
22 | মার্কিন জাতি গাড়ি নিয়ে জীবন পাড়ি দেয়, কিন্তু তাদের আবহাওয়া কেন এই রকম ধোঁয়াটে নয়? ৪ ওই সমস্ত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তা যারা মনে করে বারবিকিউ আর রান্নার কারনে দূষণ বৃদ্ধি পাচ্ছে তারা নির্বোধ। | 因為政府的監管打壓,在微博與網友討論和發表觀點並不安全,在這個時候,孟非的舉動實屬罕見,他也透過瑩幕截圖的方式分享訊息來避免被「和諧」。 |
23 | পশ্চাৎ দেশের মাধ্যমে বায়ু ত্যাগ এক দূষণ, তাহলে একে কেন তালিকায় রাখা হচ্ছে না? | 這一截圖被轉發了超過130,000次,引來了40000多條評論。 |
24 | ৫ পরিবেশগত বিপর্যয়ের পেছনে সরকারকে সবচেয়ে বড় দায় গ্রহণ করতে হবে, যখন তারা বলে “সকলে এর জন্য দায়ী” তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। | 很多網民表示支持。 |
25 | এই স্ক্রীনশট ১৩০,০০০ বার রিপোস্ট করা হয়েছে এবং এতে ৪০,০০০ মন্তব্য করা হয়েছে। | 電影導演Yangyi 寫道: |
26 | অনেক নেট নাগরিকের এতে সমর্থন রয়েছে। নেট নাগরিকরা সাংহাই- এর ধোঁয়াশার ছবি উই চ্যাটে পোষ্ট করেছে। | 面對空氣污染,我們要做的不是帶上面具,是站起來說「不」。 |
27 | চলচ্চিত্র পরিচালক ইয়াংওয়াইই লিখেছে [চীনা ভাষায়] : | 另外一個叫Du jingwei的網民呼籲能源重組: |
28 | বায়ুদূষণ মোকাবেলা করছি, আমাদের যা করতে হবে তা হচ্ছে মুখোশ পড়া নয়, তার বদলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং একে না বলা। | 能源結構轉型,提高工廠廢氣排放標準是唯一解決途徑! |
29 | আরেকজন নেট নাগরিক “ডু জিং উই” শক্তি উৎপাদন কাঠামোর পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন: | 也有些網民認為越來越多的汽車是空氣污染的主要原因。 |
30 | শক্তি উৎপাদন কাঠামোর পুনর্বিন্যাস, কয়লা চালিত শক্তি উৎপাদন কেন্দ্রের নির্গমনের আদর্শের বৃদ্ধি এই সমস্যার একমাত্র সমাধান! | 一位叫 Jiang jing的記者在微博上寫道: |
31 | তবে, কয়েকজন নেট নাগরিক বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে গাড়ির সংখ্যা বৃদ্ধিকে দায়ী করেছে। | 晚高峰時在街上堵著,就會發現北京的公共汽車很多都是空的或者乘客很少,跟北歐那些人口稀少的城市差不多。 |
32 | ওয়েইবোতে সাংবাদিক জিয়াং জিং লিখেছে: | 人們要麼開車,要麼坐地鐵。 |
33 | সন্ধ্যার সময় যখন মানুষের ভীড় বেড়ে যায়, তখন আপনি দেখতে পাবেন বেইজিং-এ অনেক বাস খালি কিংবা সেটাতে মাত্র কয়েকজন যাত্রী রয়েছে, অনেকটা ঠিক উত্তর ইউরোপের শহরগুলোর মত যেখানে দূষণের মাত্রা সামান্য। | 沒有鼓勵綠色生活的政策,人們就會這樣一邊堵著,一邊呼吸著毒氣,一邊罵政府過活。 |
34 | সেখানে নাগরিকরা হয় গাড়ি চালায়, নয়তো সাবওয়ে ব্যবহার করে। | 看看微信上的其他圖片: |
35 | সুন্দর পরিবেশে বাস করার বিষয়কে উৎসাহিত করার জন্য কোন নীতিমালা নেই, তার ফলে নাগরিকরা ট্রাফিক জ্যামের মুখোমুখি হচ্ছে, যেখানে তারা বিষাক্ত গ্যাস গ্রহণ করছে আর সরকারকে অভিশাপ দিচ্ছে। | Th標示寫著,「我要呼吸!」 |
36 | নিচে উইচ্যাট থেকে পাওয়া আরো কিছু ছবি দেখুন: | 大霧中的上海摩天高樓。 |
37 | এই স্লোগানটি হচ্ছে, “আমি নিঃশ্বাস নিতে চাই”। | 譯者:Y. |
38 | সাংহাই -এর আকাশচুম্বী ভবন ধোঁয়াশার কবলে | Zhang 校對:Fen |