Sentence alignment for gv-ben-20100724-11939.xml (html) - gv-zhs-20100714-5576.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: সরকার ভর্তুকি সংস্কৃতি বিলোপে বিলম্ব করছেন马来西亚:政府考虑减少社会补助
2একজন মন্ত্রী সম্প্রতি সাবধান করে দিয়েছিলেন যে মালয়েশিয়া এক ‘গ্রিক বিয়োগান্ত ঘটনার' সম্মুখীন হতে পারে যদি ভর্তুকি বন্ধ না করা হয়। জাতি তখন হঠাৎ করে আবার জেগে ওঠে অবশ্যম্ভাবী কিন্তু রাজনৈতিকভাবে অজনপ্রিয় এই পদক্ষেপের ব্যাপারে।马来西亚一名内阁阁员警告,国家若不减少补助,恐将面临「希腊悲剧」,让全国突然决定面对这项政治上不受欢迎的必要作为,对政府而言,如今问题已非是否应降低补助,而是该如何逐步进行,才能维持贫民所需的社会安全网,其中有几项重要观点。
3এ নিয়ে সরকারের অবস্থান হচ্ছে এটা এখন আর উচিত অনুচিতের স্তরে নেই, বরং ভর্তুকি তুলে নেয়া কিভাবে ধীরে ধীরে প্রয়োগ করা যায় আর গুরুতর সামাজিক নিরাপত্তার জাল ধরে রাখা যায় দরিদ্রদের জন্য।
4এই বিষয় বিবেচনার জন্য কিছু প্রধান দৃষ্টিভঙ্গী রয়েছে। যেমন ধারণা করা হয়েছিল, এটা কখনই কেবলমাত্র অর্থনৈতিক ব্যাপার ছিলনা।一如预期,此事不仅涉及经济,政府希望先获民意背书后再行动,Free Malaysia Today表示:
5সরকার জনগণের বিপুল সমর্থন চাচ্ছে মূল সিদ্ধান্তের আগে। ফ্রি মালয়েশিয়া টুডে অনুসারে:在今年重要地方选举之前,马来西亚政府不太可能着手处理补助问题,但担心若延期,恐将进一步削弱投资人信心,[…]总理五月时已延后调涨燃料价格,就是不想令选民不满,尤其贫民族群规模在选举时不可小觑。
6মালয়েশিয়ার সরকার হয়ত এই বছর তাদের মূল্যবান ভর্তুকি সাম্রাজ্য ভাঙ্গবেন না গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নির্বাচনের আগে আর বিনিয়োগকারীদের কাছ থেকে সমর্থন হারানোর ঝুঁকি নেবেন বিলম্বে সিদ্ধান্ত নেবার কারণে।
7[..] প্রধানমন্ত্রী নাজিব মে মাসে পরিকল্পিত তেলের দাম বৃদ্ধি থামিয়েছেন ভোটারদের বিরক্ত করার ভয়ে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মালয়দের না ঘাঁটাতে যারা গুরুত্বপূর্ণ ভোট ব্যাঙ্ক তৈরি করেন।
8পূর্ব এশিয়ার দেশসমূহ যেখানে দারিদ্রের হার এখনো বড় সমস্যা, সেখানের নাগরিকরা অনেক দিন ধরে ভর্তুকির উপরে নির্ভর করেন আর তারা সরকারের সিদ্ধান্তের সমর্থন না করতে পারেন।
9যেমন সাবাহকিনি তর্ক করেছেন: আমাদের আরো বেশী সুবিধা আর লাভ দরকার, আর সরকার এইসব দিতে পারবে না বলে বঞ্চিত হওয়া ঠিক না।在马来西亚东部地区,贫穷仍是一大问题,民众长期仰赖补助过活,或许不会支持政府决定,SabahKini认为:
10[..] মানুষকে সাহায্য করার জন্য সরকারের ভর্তুকির ব্যবস্থা করা দরকার। তারা কেবল উচ্চ দারিদ্র্য সৃষ্টি করছে, বিশেষ করে সাবাহতে যেখানকার (২৩.我们理应获得更多特权及福利,不该因政府无力负担所有项目,就剥夺我们的权利,[…]政府必须想办法补助人民,政府只会创造更高的贫民比例,尤其在东部沙巴州(Sabah),贫民比例已达23.
11৪%) মানুষ এরই মধ্যে দরিদ্র । কিছু পক্ষ আছে যারা তর্ক করেন যে বৃহৎ ছবি আমাদের দেখা উচিত, যেমন লুকানো ভর্তুকি আর বাজে খরচা বৃহৎ অভাবের সৃষ্টি করে।4%。 有些人则认为,我们必须瞭解全貌,因为潜藏补助与浪费公帑都造成庞大赤字,Bakri Musa表示:
12বাকরি মুসা বলেছেন: যদি ইদ্রিস জালা (প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী) কর্মঠ আর নির্ভীক হতেন তাহলে তিনি বাড়তে থাকা ঘাটতি আর বাড়তে থাকা খরচের দ্বৈত সমস্যা বুঝতে পারতেন।若官员勤劳且无惧,愿意分析赤字与开支增加现象,他应从最明显且庞大的石油补助下手,再处理政府合约只有单一投标单位的「潜藏补助」,最后再摆脱不断亏损的政府投资企业。
13তিনি তাহলে বৃহৎ পেট্রোলিয়ামের ভর্তুকির স্থান থেকে শুরু করতেন, তার পরে লুকানো ভর্তুকি বের করতেন যা সরকারের চুক্তির অ-প্রতিযোগী নিলাম থেকে এসেছে, আর তার পরে অর্থ হারান জিএলসি (সরকারের সাথে সংশ্লিষ্ট কোম্পানী) বাতিল করতেন।
14অনিল নেট্টো একমত হয়ে বলেছেন:Anil Netto也呼应:
15অনেক মালয়েশিয়ান দেশের অর্থনৈতিক দুর্দশার জন্য সরকারকে দোষ দেন, যেখানে সাধারণ লোকের প্রতিক্রিয়া হচ্ছে যে সরকার যদি ভর্তুকি থেকে অর্থ বাঁচাতে চায়, তাহলে তাদের উচিত সরকারী ব্যয়ের ‘ফাঁক' বন্ধ করা আর লাগাতার দুর্নীতি বন্ধ করা।
16বিলিয়ন বিলিয়ন অর্থ অসৃষ্টিশীল সরকারী প্রকল্পে ঢালা হয় যেখানে খুব কম ফলাফল দেখা যায়। আরো বিস্তারিত গবেষণার কথা বলা হচ্ছে ভর্তুকির কারণ ঠিক করা আর প্রাপ্ত অর্থ শেষ পর্যন্ত কোথায় ব্যবহার করা হবে তা বের করার জন্যে।许多马来西亚民众将国家财政问题归咎于政府,认为若政府真心希望藉删灭补助来省钱,应该先学会节流,并打击贪腐猖獗问题,每年政府投入无数经费在各种计划里,却看不到成果。
17ইপলিসি বলেছে: যদি ভর্তুকি সরানোর মানে সরকারের ঘাটতি বাজেটে অর্থ দেয়া, তাহলে আমার উত্তর হবে তা না করা।也有些人主张进行更全面的研究,以确认删灭补助有实质意义,并瞭解如何运用现有经费,epolicy认为:
18ভর্তুকি সরানোর একমাত্র কারণ হতে পারে অর্থনীতির প্রতিযোগিতা বাড়ানো। এর মানে অর্থনীতির কোন ক্ষেত্রকে অযাচিত সুযোগ দেয়া হবেনা সরকারের অর্থের সুবিধা নিয়ে।若删减补助是为填补政府赤字缺口,我就反对此事,只有提升经济竞争力,才是取消补助的唯一合理理由,让各产业不会因为政府经费而获得不合理优势。