# | ben | zhs |
---|
1 | মোজাম্বিক: রাষ্ট্রপতি পদপ্রার্থীর উপর আক্রমন | 莫桑比克:总统参选人遭袭击 |
2 | মোজাম্বিকের ব্লগার কালোর্স সেররা [পর্তুগীজ ভাষায়] এবং পাওলো গ্রান্জো [পর্তুগীজ ভাষায়] রাজনীতিবিদ ডেভিজ সিমাঙ্গোর উপর ৮ তারিখ সোমবার হওয়া আক্রমণের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন। | 莫桑比克博客Carlos Serra[葡萄牙文]与Paulo Granjo[葡萄牙文]对政治人物Daviz Simango昨天在北边的港口城市纳卡拉(Nacala) 遭袭击的事件发表看法。 |
3 | উত্তর মোজাম্বিকের বন্দর নগরী নাকালায় তার উপর এই আক্রমণ চালানো হয়। | 除了部落圈的回应之外,Simango的政党也在Twitter上(@mdmwiki)公布这项消息。 |
4 | ব্লগস্ফেয়ারের এই প্রতিক্রিয়া ছাড়াও সিমাঙ্গোর দল (@এমিডএমউইকি) এই আক্রমনে টুইটার করেছিল। সিমাঙ্গো, বেইরা শহরের মেয়র এবং এ বছর তিনি তার নতুন দল এমিডএমের প্রতিষ্ঠা করেন যখন তিনি পুরোন বিরোধী দল রেনামোর সাথে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। | Simango是贝拉市(Beira)的市长,今年上半年因为和传统反对党「莫桑比克民族抵抗运动」(RENAMO)意见不合而成立了自己的新政党「莫桑比克民主运动」(MDM)。 |
5 | কিছুদিন আগে তিনি ও তার দল নিশ্চিত করেন যে রাষ্ট্রপতি ও অক্টোবরের নির্বাচনে অংশ নেবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। | 几天前他和政党才刚对外证实要角逐十月总统大选的计划。 Simango在前往政党会议的路上,聚集群众当中的有心人士抢了警方的武器,朝他的车开枪。 |
6 | যে সময় সিমাঙ্গো গাড়ীতে করে দলের এক সভায় সভাপতিত্ব করার জন্য যাচ্ছিলেন, সে সময় কয়েকজন ব্যক্তি সন্নিবেশিত হওয়া জনতার ভীড়ের মধ্যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তার গাড়ী লক্ষ্য করে গুলি করে। | 他幸运逃过一劫,没有外伤,但据媒体报导有三个人受到波及,包含一位受伤的警察。 |
7 | তিনি আঘাত থেকে রক্ষা পান, কিন্তু প্রচার মাধ্যম জানাচ্ছে যে তিনজন লোক আহত হয়েছিল, যার মধ্যে একজন পুলিশের লোকও রয়েছে। | 莫桑比克独立媒体初步研判,开枪的应该是RENAMO的成员。 |
8 | প্রাথমিকভাবে মোজাম্বিকের স্বাধীন প্রচার মাধ্যম জানাচ্ছে যে আক্রমণকারীরা রেনামোর সদস্য ছিল। | 校对:Soup |