Sentence alignment for gv-ben-20090923-6441.xml (html) - gv-zhs-20090924-3801.xml (html)

#benzhs
1থাইল্যান্ড: সেনা অভ্যুত্থানের তিন বছর পর泰国:政变三周年后…
2থাইল্যান্ডের সাম্প্রতিক সেনা অভ্যুত্থান ঘটে ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর, এই ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রাকে তার পদ থেকে অপসারিত করা হয় এবং তাকে নির্বাসনে পাঠানো হয়।泰国于2006年9月16日发生最近一次政变,让总理泰克辛(Thaksin Shinawatra)流亡海外,三年后,国家局势依然动荡不安。
3ঘটনার তিন বছর পরও দেশটি অস্থির অবস্থায় রয়েছে। সুরনন্দ ভেজ্জাজিবা, যিনি থাকসিনের মন্ত্রীসভার একজন সদস্য ছিলেন, এখন রাজনীতিবিদ থেকে প্রচার মাধ্যম বিশ্লেষকে পরিণত হয়েছেন।Suranand Vejjajiva曾是泰克辛内阁阁员,后来转行担任媒体分析员,他在《曼谷邮报》写下有趣的回顾文章:「时隔三年:泰国站在十字路口」。
4তিনি ব্যাংকক পোস্টে এক কৌতূহল জনক প্রবন্ধ লিখেছেন যার নাম: “তিন বছর ধরে রাস্তায় থাকা থাইল্যান্ড, মোড় পরিবর্তন করছে”।他认为泰克辛策略不同于过往遭军政府赶下台的前任领袖:
5থাকসিনের পরিকল্পনার প্রতি তার দৃষ্টিভঙ্গি অন্য যে সমস্ত নেতা সামরিক অভ্যুত্থানকারীর দ্বারা অপসারিত হয়েছে তাদের তুলনায় ভিন্ন: তিন বছর পরেও ক্ষমতা থেকে অপসারিত ও পলাতক থাকসিন ক্ষমতাসীনদের জন্য এক হুমকি স্বরূপ।遭推翻三年后,流亡的泰克辛对新政府仍是项威胁,他的「斗士」态度固然是一项原因,也是因为泰克辛的权力基础与他人不同。
6তার যুদ্ধাংদেহি মনোভাবের একটি কারণ, থাকসিনের ক্ষমতার ভিত্তি অন্যদের মতো নয়।他并非出自权力阶级,也不是因与权力阶级合流而掌权,不过他的庞大财富确实源于政府提供手机及卫星特许经营权。
7তার প্রভাব কোন ক্ষমতাশালী সামাজিক প্রতিষ্ঠান থেকে আসে নি অথবা এর সাথে সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয় নি, যদিও সে মোবাইল ফোন কোম্পানী ও সরকারের স্যাটেলাইট যোগাযোগ থেকে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে।他的事业属新产业,营运模式也很新,他透过股市集资能力比其他企业界人士更大更快。
8তার ব্যবসা আধুনিক, ব্যবসা পরিচালনা পদ্ধতি নতুন।泰克辛因为拥有商业与政治管理技能,让他能建立可自行运作的组织。
9স্টক র্মাকেটের মাধ্যমে সে যে কোন ব্যবসায়ীর চেয়ে অনেক বিশাল পরিমাণে এবং দ্রুত গতিতে প্রচুর অর্থ সংগ্রহ করেছিল।结合财富与权力,让泰克辛在政府官僚结构的力量更大,虽然政变领袖与现任政府都企图瓦解泰克辛的派系,许多派系成员至今仍支持他。
10এবং থাকসিনের ব্যবস্থাপনা দক্ষতা, যার মাধ্যমে সে ব্যবসা ও রাজনীতি উভয় ক্ষেত্রে এক সংগঠন গড়ে তুলে, যা তার একান্ত নিজের।他也指出两项支撑泰克辛的力量:一是东南亚共产主义垮台后接纳民主,二是泰国官僚体系无法回应人民要求。
11সম্পদ এবং ক্ষমতার সমন্বয়ে সে সরকারের আমলাতন্ত্রের মধ্যে এক প্রভাব বিস্তার করে বসে, এদের অনেকেই এখনো তাকে সমর্থন করে, যদিও অভ্যুত্থানের নেতারা এবং বর্তমান সরকার তার এই ব্যাপক যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেবার চেষ্টা করে আসছে। সুরনন্দ আরো দু'টি বিষয়ের কথা উদ্ধৃত করেন যেগুলো থাকসিনকে সমর্থন করার পেছনে কাজ করছে: দক্ষিণপূর্ব এশিয়ায় সমাজতন্ত্রের পতন এবং থাই আমলাতন্ত্র জনগণের চাহিদা বুঝতে অক্ষম ছিল।总结而言,他认为泰克辛及反对力量(军方、官僚与现任政府)各有问题得解决,无论哪一方能解决问题,就能在未来十年领导泰国:
12সুরনন্দ সংক্ষেপে বলছেন, এটা থাকসিন এবং থাকসিন বিরোধী শক্তি (সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং বর্তমান গণতান্ত্রিক সরকার) উভয়ের ক্ষেত্রে নিজেদের সমস্যা দুর করার কঠিন। যে এই সমস্য দুর করতে পারবে সে আগামী দশকে থাইল্যান্ডকে পরিচালিত করতে পারবে।泰克辛当然有错,现在也承担滥权后果,政治分析家都认为,虽然他现在居于攻势,但因为他树敌无数,恐怕很难真正重新掌权,更难以回国。
13অবশ্যই থাকসিনের ত্রুটি রয়েছে, এবং এখন সে ক্ষমতা অপব্যবহারের দায়ে অভিযুক্ত হয়েছে যে অপব্যবহার সে করেছে। রাজনৈতিক পণ্ডিতের একমত যে যদিও সে আক্রমণাত্বক ভাবে দৃশ্যমান হচ্ছে, কিন্তু তারপরেও ক্ষমতায় ফিরে আসা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে- তার ঘরে ফিরে আসাও- এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে যে অসংখ্য শত্রু সে সৃষ্টি করেছে তাদের কথা।但另一方面,无论是先前政变后的过渡政府,或是现在的执政联盟,目前无法击败泰克辛赢得多数民心,因为外界仍质疑他们的执政合法性、经济危机处理能力、政府治理能力等,最近新警察局长迟迟难产即为一例。
14একই সময় যে শাসকেরা তার বদলে ক্ষমতায় এসেছে, অন্তর্বতীকালীন নির্বাচন ছাড়াই আসা জেনারেল সুরায়ুদ ও বর্তমান গণতন্ত্র মনা যৌথ সরকার, উভয়ে সাধারণ নির্বাচনে থাকসিনকে হারাতে ব্যর্থ হয়, যার ফলে তাদের গণতান্ত্রিক বৈধতা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায়, তারা বর্তমান অর্থনৈতিক সমস্যাকে মোকাবিলা করতে পারে নি ও তাদের সরকার চালানোও প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায়- যা বর্তমানের এক প্রতিচ্ছবি এবং এখনো নতুন পুলিশ প্রধানকে বেছে নেবার বিষয়টি ঝুলে রয়েছে।
15এ বিষয়ে আরো পড়তে চাইলে, টুইটারে সুরনন্দকে দেখতে পারেন। অনেক ব্লগ রয়েছে যারা ১৯ সেপ্টেম্বরে ঘটা অভ্যুত্থান বার্ষিকীর কথা উল্লেখ করেছে।这是篇值得阅读的文章,各位也可以追踪他的Twitter讯息。
16এর কিছু উদাহরণ: নাডোও একজন সিটিজেন সাংবাদিক, তিনি জেনারেল সুনথি বুনইরাটগ্লিন এর সাক্ষাৎকার নিয়েছেন।泰国有不少博客提到政变周年一事,以下为部分例子:
17তিনি ২০০৬ সালে সংঘটিত অভ্যুত্থানের নেতা। সুনথি বলেন, ২০০৬ সালে তার পরিকল্পনা ছিল ক্ষমতা থেকে কেবল একজন মানুষকে অপসারণ করা, তার নাম থাকসিন।公民记者NaDao简短访问2006年发动政变的军事领袖宋提(Sonthi Boonyaratglin),宋提表示2006年时,他只计划拉下制造麻烦的泰克辛一人,原本也相信国家会团结,他指责自己任命的政府表现不佳、决责错误,导致政变后发生种种问题。
18সে সমস্যার সৃষ্টি করছিল এবং বিশ্বাস করা হত যে তার পর দেশটি এক হয়ে থাকবে।另一篇文章则来自反泰克辛阵营,Newgeneration整理泰克辛执政期间的种种错误。
19সে সময় তার করা এই কাজটি সঠিক ছিল বলে তিনি মনে করেন এবং পরবর্তী ব্যর্থতার জন্য তিনি দেশটির আমলাতান্ত্রিক সরকারের (যাকে তিনি নিজে নিয়োগ দিয়েছিলেন) আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভুল সিদ্ধান্তকে দায়ী বলে মনে করেন।
20থাকসিন বিরোধী এক পোস্ট এসেছে: নিউজেনারেশন থাকসিনের শাসনামলে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল সেগুলো তুলে ধরেছে।校对:Soup