# | ben | zhs |
---|
1 | নিকারাগুয়া: একটি নতুন টেলিকম মনোপলি | 尼加拉瓜:电讯市场垄断 |
2 | গত সপ্তাহেই কার্লোস ম্লিম, জীবিত সবচেয়ে (দ্বিতীয়) ধনী ব্যক্তি নিকারাগুয়ার সবচেয়ে বড় কেবল টিভি সরবরাহকারী কোম্পানীকে কিনে নিয়েছে। | |
3 | এসটেসা নামক এই কোম্পানীটি ইতিমধ্যেই বাজারে একচেটিয়া আধিপত্য দখল করে ছিল এবং এখন এটি নিকারাগুয়ায় যে টেলিকম সাম্রাজ্য কার্লোস গড়ে তুলেছে তার অংশ হয়ে গিয়েছে। | |
4 | এ মুহূর্তে স্লিম এনিটেল কোম্পানীর মালিক যার অন্তর্গত রয়েছে ক্লারো ব্র্যান্ড (মোবাইল ফোন), টার্বোনেট (ওয়্যারলেস ইন্টারনেট সেবা), এমনেট (ব্রডব্যান্ড এবং ডাটা ট্রান্সফার), এনিটেল (ভূতপূর্ব সরকারী কোম্পানী যা দেশের সমস্ত ল্যান্ডলাইন ফোনের সেবা দাতা) এবং এখন এসটেসা। | |
5 | তবে, যত বড় তারা হয় পতন তত জোরে হয়। গত ১০ দিন ধরে সংবাদ আসছে যে টার্বোনেট এর ইন্টারনেট সেবা যারা ব্যবহার করছেন তারা ব্লগার. | 全球首富斯林姆(Carlos Slim)买下尼加拉瓜最大付费电视供应商,ESTESA这家公司原本在国内便形同垄断事业,现在更成为斯林姆在尼加拉瓜的电讯王国新成员。 |
6 | কমে হোস্ট করা ব্লগগুলো পড়তে বা আপডেট করতে পারছেন না। কেউ কেউ বলছে এটি কারিগরী ত্রুটির জন্যে, যেমন এল ইকোনস্কপিও ব্লগের ব্লগার রাউল আউজাক সুয়ারেজ এর মতে এটি গুয়াতেমালার একটি আন্তর্জাতিক আইএসপির সাথে সংযোগের সমস্যার জন্যে হচ্ছে। | 斯林姆在尼加拉瓜的电讯事业包括了:ENITEL电讯集团,含旗下手机电信(CLARO)、无线网路(Turbonett)、宽频与资料传输(AMNET)、家户有线电话(ENITEL,前国营事业)与ESTESA。 |
7 | অন্যেরা বিভিন্ন জায়গা থেকে ব্লগে সংযোগ পাবার জন্যে চেষ্টা করে যাচ্ছে, যেমন ই আহোরা দেকু ভামোস আ হাবলার ব্লগের ব্লগার প্রক্সির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে। একটি দৃশ্যত: টেলিকম মনোপলিতে যেখানে আপনার উপায় থাকে না অন্য সেবা প্রদানকারীর কাছে যাবার, এটি বড় সমস্যা যখন বাজারে একমাত্র সেবা প্রদানকারী যথার্থ সেবা দানে ব্যার্থ হয়। | 但随着集团愈庞大,服务却愈差,从七月初以来,人们时常无法透过Turbonett连至Blogger平台的部落格,有些人认为是技术问题,例如El Econoscopio部落格的Raúl Isaac Suárez认为,问题在于从瓜地马拉连线的国际网路服务供应商[西班牙文],其他人则尝试从别的地方连线,或是像Y ahora ¿de qué vamos a hablar? |
8 | কিছু ব্যবহারকারী স্লিমের কোম্পানির কাছে সরাসরি অভিযোগ করছে তাদের চাহিদা সম্পর্কে। | 试图透过proxy等捷径。 |
9 | রামোনের ব্লগ ব্যাখ্যা করছে যে বড় কোম্পানীর ক্ষেত্রে মূল সমস্যা দুর করা বেশ জটিল হয়ে যায়: .. যখন এই কোম্পানী দেশে ইন্টারনেট সেবা দেয়া শুরু করবে তারা এমন চাহিদার সৃষ্টি করবে যে তারা এটি সামলাতে পারবে না। | 在事业等同垄断的情况下,当市场上唯一的供应服务出状况,消费者却别无选择,的确是一大问题,有些用户想透过更“直接”的方式,让这些公司知道人们的需求。 |
10 | তাদের বর্তমানে স্থানীয় অফিসগুলোতে মজুদ সংক্রান্ত সমস্যা রয়েছে॥ | Ramon's blog指出,公司愈大代表真正的问题可能愈难解决[西班牙文]: |
11 | অবশ্য মানুষ ডিএসএল সেবা নেবার চেষ্টা করবে কারন এটি তুলনামূলকভাবে সস্তা কিন্তু এটি মানুষকে চুক্তি হাতে বেশ কিছুদিন রেখে দেয় কানেকশন পাবার আগে। তাদের কাছে কখনই পর্যাপ্ত মডেম থাকে না, এমনকি তিন মাসও অপেক্ষা করতে হতে পারে। | …当公司开始在国内提供网路服务,引发的需求远超过企业的负荷,当地办公室已出现库存不足问题,人们当然会因为价格考量选用DSL数据机服务,但还是有许多人在等待安全网路,数据机永远不够,有时还得等上三个月。 |