# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়া: ১৩টি প্রদেশে বন্যা ব্যাপক বৃষ্টির জন্যে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার ১৩টি প্রদেশে বন্যা হয়েছে। | 印度尼西亚:十三省大水 |
2 | এই দুর্যোগে ১৪জন মানুষ মারা গেছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে। বন্যাকবলিত প্রদেশ গুলোর মধ্যে রয়েছে পশ্চিম নুসা টেনগারা, সুমাত্রা, জাভা, বালি, বোর্নিও এবং সুলাওয়েসী প্রদেশ। | 过去一星期由于降下豪雨,印度尼西亚13个省分发生水灾,已造成14人死亡、3人失踪,洪水涌入苏门答腊、爪哇、峇里、婆罗洲、苏拉威西、西努沙登加拉等多个地区,政府下令撤离五万多人。 |
3 | এ পর্যন্ত ৫০,০০০ লোককে উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দুই মিটার পানিতে তলিয়ে গেছে। | 印度尼西亚首都雅加达淹水最高达两公尺,四成地区都浸在海水中,观光胜地峇里岛亦遭水患。 |
4 | শহরের ৪০% এলাকা এখন পানির নিচে। জনপ্রিয় পর্যটন আকর্ষন বালিও বন্যাকবলিত হয়েছে। | View Larger Map |
5 | View Larger Map গুগল ম্যাপে ইন্দোনেশিয়া | Java Jive提及雅加达水灾: |
6 | জাভা জাইভস ইন্দোনেশিয়ায় বন্যা সম্পর্কে লিখেছে: “ডিসেম্বর মাসটি সুর্যের আলোক দ্বারা ঝলমলে ও নাতিশীতোষ্ণ ছিল। | 12月气候相当晴朗宜人,新年后却豪雨及雷击不断,当然也包括每年都出现的淹水景象。 |
7 | কিন্তু নতুন বছর শুরু হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করল এবং কিছুক্ষণ পর পর বিশাল এ গগণবিদীর্ণ বিদ্যুৎ চমকে আকাশ উদ্ভাসিত হতে লাগল এবং বার্ষিক বন্যা শুরু হল।” | |
8 | “যখন আমি এটি লিখছি, বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টির পানিতে খালের মত সৃষ্টি হয়েছে যেখান দিয়ে ময়লা পানি বয়ে যাচ্ছে। আকাশে মেঘ জমা হচ্ছে আর শরীরে ক্ষতের মত তা বৃদ্ধি পাচ্ছে এবং সপ্তাহের শেষের দিকে পুনরায় ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। | 我撰文此时,外头运河满是雨水与垃圾,天空灰蒙蒙一片,破口像是伤痕,气象预报指未来几天还有会大雨,只要一夜豪雨,我们便无法前往购物商场,因为外围道路是最低洼地区,很容易就淹水。 |
9 | আরও একরাত যদি বৃষ্টি হয় তাহলে আমরা আর কেলাপা গেডিং দিয়ে বের হতে পারব না কারন এই রাস্তা খুব নিচু এবং খুব অল্প পানিতেই ডুবে যায়।” | |
10 | “আমি কি নার্ভাস? মোটেই না।” | 我自己一点也不紧张。 |
11 | “কিন্তু আমি নার্ভাস সেই সমস্ত পরিবারের জন্যে যারা নিরাপদ যায়গায় যেতে পারবে না, সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্যে যারা বিশুদ্ধ পানি বা চিকিৎসা পায় না, যাদের গাড়ী, বাড়ীর বা ব্যবসার কোন বীমা করা নেই, এবং যারা আবার সবকিছু হারাতে বসেছে।” | |
12 | মাইওয়েবসাইটকেই্য়ু বলছে এই বন্যা আগামী মাস পর্যন্ত চলতে পারে: “এখন ভর বর্ষা মৌসুম আর এমন পরিস্থিতি আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলতে পারে। | 但我为那些无法离开的家庭而紧张,他们带着幼儿,又无法获得干净的饮用水及医疗照顾,我担心他们的住家、商店与车辆没有保险,我担心有些人会再度一无所有。 |
13 | এই সময় বিভিন্ন প্রকারের দুর্যোগ, যেমন ভূমি ধ্বস, বন্যা, ঝড়ো হাওয়া এবং জলাবদ্ধতা ঘটতে পারে। | Mywebsiteku预测水患会持续至一月底: |
14 | জাকার্তার আকাশে মেঘের ঘনঘটা দেখে এমনটিই আঁচ করা যায়। কাজেই জনগণের আবহাওয়ার গতিবিধি সম্পর্কে খেয়াল রাখা দরকার।” | 此时正值雨季的高峰期,原本是预测二月才会出现大雨,雨势可能引发山崩、洪水、龙卷风、水龙卷等灾害,雅加达上空云层愈来愈厚,邻近地区也会受豪雨波及,故需警告大众此刻的天气型态。 |
15 | টুইটার থেকে নিন্মলিখিত সংবাদ পাওয়া যাচ্ছে: | Twitter网站上亦有水灾消息: |
16 | ইরওয়ানলী: আকাশ বিষন্ন, ডেঙ্গু আর বন্যা শহরে আবার ফিরে এসেছে। | irwanlee:天空很灰暗,登革热与水灾又来了。 |
17 | লুসি_সানসেটগার্ল: আমার মতে সরকার এবং জনগণ উভয়ই দায়ী বাৎসরিক এই বন্যার জন্যে। | lusy_sunsetgirl:我认为是政府和人民造成每年淹水。 |
18 | নানাশ্যাম্বলস: বৃষ্টি আর ভাল লাগে না, সবখানে বন্যা। খুবই গোলমেলে অবস্থা। | nanashambles:大雨糟透了,到处都淹水,车站一片混乱。 |
19 | স্টোরী মাস্টারকিউ: ক্রান্তিকাল চলছে। জাকার্তায় প্রতি পাঁচ বছর পর বিশাল বন্যা হয়। | storymasterq:冷锋持续,雅加达平均每五年会有一场大水,但本来不是2012年才会发生吗? |
20 | তবে পরবর্তী বিশাল বন্যাটি হওয়ার কথা ছিল ২০১২ সালে। | 世界末日来了吗? |
21 | কেয়ামতের আলামত? বন্যা ইন্দোনেশিয়ায় নতুন কিছু না। | 印度尼西亚时常淹水,Riau张贴Kampar数星期的水患照片: |
22 | রিয়াউ বন্যাকবলিত ইন্দোনেশিয়ার কাম্পারে নিন্মের ছবিগুলো তুলেছে: ছবি রিআউ ডেইলি ফটোর সৌজন্যে | 照片取自Riau Daily Photo |