# | ben | zhs |
---|
1 | ‘আফ্রিকা ফ্যাক্টস জোনের’ সৌজন্যে আফ্রিকার কিছু বিস্ময়কর তথ্য সম্বন্ধে জানুন | 意外的非洲事实 让「非洲实况区」告诉你 在塞内加尔被称为 Laamb 的职业摔角比足球还受欢迎。 |
2 | লাআম্বা নামে পরিচিত সেনেগালের পেশাদার কুস্তি সেখানে ফুটবলের চেয়েও জনপ্রিয়। | 照片来自维基百科用户 Pierre-Yves Beaudouin,根据创用 CC 授权使用。 |
3 | উইকিপিডিয়া ব্যবহারকারী পিয়েরী-ইভেস বেওদুইন-এর ছবি ক্রিয়েটিভ কমন্সের অধীনে প্রকাশ করে হয়েছে। | 你知道卢旺达国会女性成员的比例最高吗? 你知道尼日利亚的国歌 「同胞们站起来!」 |
4 | আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশী নারী সংসদ রুয়ান্ডার? | 歌词是由全国比赛前五名的作品综合而成的吗? 非洲大陆的国家可不光像西方媒体描绘的,呈现一片悲惨阴暗,很多事并没有被报导出来。 |
5 | অথবা নাইজেরিয়ার জাতীয় সঙ্গীত “জেগে ওঠো,ও দেশবাসী” জাতীয় সঙ্গীত বেছে নেওয়ার জন্য আয়োজিত জাতীয় প্রতিযোগিতার সেরা পাঁচটি গানের শিরোনাম মিলিয়ে তৈরী করা? | 十七岁的尼日利亚学生 Isima Odeh(@IsimaOdeh)希望透过「非洲实况区(Africa Facts Zone)」改变现状,提供各种关于非洲和非洲人的有趣轶闻。 他在 2013 年创建非洲实况区,现在推特上已有超过五万五千追随者,脸书上则有一百廿四个赞。 |
6 | আফ্রিকা মহাদেশের যে সকল রাষ্ট্র রয়েছে, সেগুলো অতীব বাজে এবং আর সে সব রাষ্ট্রে জীবনেও উন্নত হবে না এমন ভাবে পশ্চিমা প্রচার মাধ্যমে সেগুলোর ছবি আঁকা, কিন্তু উপরোক্ত তথ্যের মত কিন্তু অনেক রাষ্ট্রের এই ধরনের তথ্য পশ্চিমা প্রচার মাধ্যমে প্রকাশিত হয় না। | Odeh 在 email 中告诉全球之声他在 2013 年有了这个想法,把他花在上网的时间用来宣传美好的非洲大陆。 他从报纸、历史书籍、电视新闻和可靠的新闻网站上搜集信息。 |
7 | আফ্রিকা ফ্যাক্টস জোনের মাধ্যমে ১৭ বছর বয়স্ক নাইজেরীয় নাগরিক ইসিমা ওদেহে (@ ইসিমাওদেহে) এই বিষয়টির পরিবর্তন ঘটানোর পরিকল্পনা গ্রহণ করেছেন, যা এক তথ্যের ব্র্যান্ড আর সেটি পাঠকদের আফ্রিকা এবং আফ্রিকার নাগরিকদের মজার মজার তাজা তথ্যের প্রদানের জন্য তৈরী করা হয়েছে। | 他说在他开始这项行动前,都不知道非洲的离婚率全世界最低。 非洲实况区创建者 Isima Odeh。 |
8 | সে ২০১৩ সালে আফ্রিকা ফ্যাক্টস জোন তৈরী করে এবং এখন টুইটারে এর ৫৫,০০০ জন অনুসারী রয়েছে এবং ফেসবুক পাতায় ১২৪টি লাইক পেয়েছে। | 照片经本人授权使用。 下面是非洲实况区和网友分享的一些信息。 |
9 | বিস্তারিত এক ইমেইল আলোচনায়, গ্লোবাল ভয়েসেসকে ওদেহে বলেন যে ২০১৩ সালে তিনি এই চিন্তা নিয়ে হাজির হন, যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে মানুষকে তিনি এই সুন্দর মহাদেশ সম্বন্ধে জানানোর জন্য কিছুটা সময় ইন্টারনেটে কাটাবেন। | 加纳的流浪国王 King Togbe Ngoryifia Céphas Kosi Bansah of Hohoe, Ghana governs his kingdom via Skype & phone calls from Germany. |
10 | সে সংবাদপত্র, ইতিহাস বই, গ্রহণযোগ্য ওয়েবসাইটের সংবাদ এবং সংবাদ দেখে সে এই সকল তথ্য সংগ্রহ করে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 1, 2014 |
11 | সে বলছে যে তার এই উদ্যোগ শুরুর আগে সে জানত না যে বিশ্বের সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদের হার আফ্রিকায় । | 加纳霍霍埃地区国王 Togbe Ngoryifia Céphas Kosi Bansah 从德国透过 Skype 和电话管理他的臣民。 |
12 | ইসিমাহ ওদেহে, আফ্রিকা ফ্যাক্টস জোনের প্রতিষ্ঠাতা। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月一日 |
13 | ছবি তার অনুমতিক্রমে প্রকাশিত। | 班沙国王在 1970 年到德国作交换学生后决定在此定居德国。 古埃及牙医 |
14 | এখন পর্যন্ত আফ্রিকা ফ্যাক্টস জোন তার অনুসরণকারীদের কাছে যে সমস্ত তথ্য তুলে ধরেছে, নীচে তার কয়েকটি তুলে ধরা হল: ঘানার বিদেশে বসবাসকারী রাজা | The world's first known Dentist was from Ancient Egypt, his name was Hesi-Re. |
15 | ঘানার হোহে এলাকার রাজা টোগবে নোগ্রোইফিয়া সেফাস কোশি বানশাহ জার্মানীতে বসে স্কাইপ ও ফোনের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 29, 2014 已知世界最早的牙医来自古埃及,名叫 Hesi-Re。 |
16 | ১৯৭০ সালে ছাত্র হিসেবে জার্মানি গমনের পর রাজা বানশাহ সেখানে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十一月廿九日 |
17 | প্রাচীন মিশরের দন্ত চিকিৎসা | Hesy-Ra 是埃及第三王朝时期正式的医生兼抄写员。 |
18 | বিশ্বের প্রথম দাঁতের ডাক্তার ছিলেন প্রাচীন মিশরের এক নাগরিক। | 他拥有「牙医及医师长」头衔。 |
19 | তার নাম ছিল হেইসি-রা। | 马达加斯加前总统多采多姿的履历 |
20 | হেইসা রা- ছিলেন এক রাজকীয় চিকিৎসক এবং বলা হয়ে থাকে তিনি মিশরের তৃতীয় রাজবংশের শাসনামলে বাস করতেন। | Andry Rajoelina, ex President of Madagascar used to be a Club DJ. |
21 | তিনি “দন্ত চিকিৎসক এবং চিকিৎসকদের প্রধান” উপাধির ধারক ছিলেন। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 24, 2014 |
22 | মাদাগাস্কারের প্রাক্তন রাষ্ট্রপতির বৈচিত্র্যময় জীবন বৃত্তান্ত। | 马达加斯加前总统 Andry Rajoelina 曾是俱乐部 DJ。 |
23 | মাদাগাস্কারের প্রাক্তন রাষ্ট্রপতি আন্দ্রাই রাজোইলিনা এক সময় ক্লাবের ডিজে ওরফে ডিস্ক জকি ছিলেন। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十一月廿四日 |
24 | উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় আন্দ্রাই রাজোইলিনা হাত খরচের টাকা উপার্জনের জন্য ডিস্ক জকি হিসেবে কাজ করা শুরু করেন। | Andry Rajoelina 高中时为了赚零用钱而去当 DJ。 |
25 | মার্কো পোলোর দূর্বল ভৌগলিক জ্ঞান | 马可波罗的迷航 |
26 | মাদাগাস্কার নামক দেশটির এই নামকরণের পেছনে রয়েছে মার্কো পোলোর এক ভুল, যখন তিনি এখানে এসে ভেবেছিলেন যে তিনি আসলে সোমালিয়ার মোগাদিসুতে হাজির হয়েছেন। | The country of Madagascar got its name when Marco Polo mistakenly thought he was in Mogadishu, Somalia. |
27 | মাদাগাস্কার নামটি ইতিহাসে প্রথম পাওয়া যায় ১৩ শ শতকের বিখ্যাত পর্যটক মার্কোপোলোর লেখায়, যিনি ভুলক্রমে মোগাদিসু নামটিকে বিকৃত ভাব উল্লেখ করেন। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 24, 2014 |
28 | মোগাদিসু ছিল সোমালিয়ার এক বন্দর, যার সাথে মার্কো পোলো এই দ্বীপটিকে গুলিয়ে ফেলেছিলেন। | 马达加斯加的名字来自马可波罗误以为这里是索马里的摩加迪沙。 马达加斯加这个名字最早纪录在十三世纪威尼斯探险家马可波罗的回忆录中,是他将此地与索马里的港口摩加迪沙搞混的错误拼写。 |
29 | কর্মক্ষেত্রে মৃত্যু | 任上死亡 |
30 | | Africa has the most Heads of State that have died in office in the 21st century. |
31 | ২১ শতকে দপ্তরে রাষ্ট্র প্রধানের মৃত্যুর ঘটনা আফ্রিকাতে সবচেয়ে বেশী ঘটেছে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 3, 2014 廿一世纪里非洲有最多国家领袖在任上死亡。 |
32 | ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকার দশজন রাষ্ট্রপ্রধান দপ্তরে মৃত্যুবরণ করেন, যেখানে বাকী বিশ্বে মাত্র তিনজন রাষ্ট্র প্রধানের ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটেছে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月三日 2008 到 2012 年间非洲共有十名国家领袖在任上死亡,世界其他国家总共只有三个。 |
33 | জন্মগত ভাবে উগান্ডার আকারে বড় উপাদান | 乌干达人天赋异禀 |
34 | | In 2014, Members of Parliament in Uganda complained that regular condoms are too small for Ugandan men. |
35 | ২০১৪ সালে উগান্ডার এক সংসদ সদস্য অভিযোগ করেন যে প্রচলিত কনডম উগান্ডার পুরুষদের জন্য আকারে অনেক ছোট। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 7, 2014 2014 年乌干达国会议员抱怨,一般尺寸的保险套对乌干达男人来说太小了。 |
36 | উগান্ডার সংসদ সদস্য টম আজা এ বছর উল্লেখ করেন যে এইচআইভি/এইডস বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা এই ভাইরাসে প্রচণ্ড আক্রান্ত এমন বিভিন্ন এলাকা ভ্রমণ করে আসার পর উন্মোচিত হয়েছে যে সেখানকার কিছু কিছু পুরুষের পুরুষাঙ্গ অনেক বড় এবং এ কারণে তাদের জন্য আকারে বড় এমন কনডম বিবেচনা করা উচিত। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月七日 乌干达国会议员 Tom Aza 今年中表示,乌干达国会 HIV/爱滋委员会拜访病毒肆虐最严重的地区时,发现有些男人的性器官较大,需要更大的保险套。 |
37 | আফ্রিকার প্রথম স্যাটেলাইট | 非洲的第一颗卫星 |
38 | | In 2011, Nigeria launched NigeriaSat-X, the first satellite to be designed and built by Africans, into orbit. |
39 | নাইজেরিয়া, ২০১১ সালে নাইজেরিয়াস্যাট-এক্স নামক স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষেপণ করে, এটি ছিল আফ্রিকার নাগরিকদের ডিজাইন এবং তৈরী করা প্রথম স্যাটেলাইট যা আকাশে উৎক্ষেপণ করা হয়। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 2, 2014 2011 年尼日利亚发射 NigeriaSat-X 进入轨道,这是第一颗由非洲人设计制造的人造卫星。 |
40 | নাইজেরিয়া, আগস্ট ২০১১-এ, নাইজেরিয়াস্যাট-এক্স নামক স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করে, যা ছিল আফ্রিকানদের দ্বার ডিজাইন করা এবং তৈরী প্রথম স্যাটেলাইট। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月二日 2011 年八月尼日利亚发射了第一颗由非洲人设计制造的人造卫星 NigeriaSat-X 进入轨道。 |
41 | নাইজেরিয়ার বোতল টাওয়ার | 尼日利亚的瓶子树 |
42 | | The world's largest bottle tree is in Lagos State, Nigeria. |
43 | বোতল দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড় টাওয়ারটি নাইজেরিয়ার লাগোস অঙ্গরাজ্যে অবস্থিত। এটি ৮,০০০ বোতল দিয়ে বানানো হয়েছে। | It was made with 8,000 bottles. pic.twitter.com/l2QOF5r5mD |
44 | বিশ্বের সবচেয়ে লম্বা বোতলের টাওয়ার যা নাইজেরিয়ার নিজস্ব বিয়ার স্টার লার্জারের বোতল দিয়ে বানানো, তা নাইজেরিয়ার বিশালতা এবং উচ্চভিলাষী চেতনাকে তুলে ধরেছে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 13, 2014 世界最大的瓶子树在尼日利亚的拉哥斯,共有八千个瓶子。pic.twitter.com/l2QOF5r5mD |
45 | বোতলের এই টাওয়ার চীনের সাংহাই শহরের ১,০০০ বিয়ারের বোতল দিয়ে বানানো টাওয়ারের রেকর্ড ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে এই টাওয়ার তৈরী করা হয়েছে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月十三日 世界最高的瓶子树,由尼日利亚本地啤酒厂 Star Larger 制作,象征尼日利亚伟大进取的精神。 |
46 | ইবোলার বিরুদ্ধে লড়াই-এ সাহসী নারী ও পুরুষ | 这棵树目标打破中国上海一千个瓶子的世界纪录。 对抗伊波拉的勇敢男女 |
47 | | Ebola health workers (Sierra Leonean, Nigerian, Guinean, Liberian, Cuban, WHO health workers etc.) are the 2014 TIME Person(s) of the Year. |
48 | টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ইবোলা স্বাস্থ্যকর্মীরা (সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, লাইবেরিয়া, কিউবা,বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য কর্মী) ২০১৪ সালের সবচেয়ে আলোচিত চরিত্র। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 11, 2014 对抗伊波拉的卫生工作者(塞拉利昂、尼日利亚、几内亚、利比里亚、古巴和 WHO 等等的卫生工作者)是时代杂志 2014 年年度人物。 |
49 | টাইম ম্যাগাজিনের সম্পাদিকা ন্যান্সি গিবস ব্যাখ্যা করেছেন কেন ইবোলা রোগের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীরা তাদের দৃষ্টিতে ২০১৪ সালের সবচেয়ে আলোচিত চরিত্র হিসেবে সবচেয়ে পছন্দের। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月十一日 时代杂志编辑 Nancy Gibbs 说明为什么对抗伊波拉的人士被选为 2014 年年度人物。 |
50 | ডিমের খোলসে পানি সংরক্ষণ | 蛋水壶 |
51 | | Khoisan hunters use ostrich eggs buried in the ground to store water while they are on hunting paths. |
52 | খোইসান শিকারীরা মাটির নীচে পানি সংরক্ষণের জন্য উটের ডিম ব্যবহার করে, যা তারা শিকার করতে যাওয়ার পথে মাটির নীচে চাপা দিয়ে রাখে। | - Africa Facts Zone (@AfricaFactsZone) December 9, 2014 科伊桑猎人在狩猎时用鸵鸟蛋埋在地下储水。 |
53 | খোইসান অথবা সান নামক শিকারী সমাজ বর্ষা বা ভেজা মওসুমে সব দিক বন্ধ করা এক উটের ডিমে পানি ভরে, সেটি মাটির নীচে চাপা দিয়ে রাখা এবং শুষ্ক মওসুমে তা বের করে পান করার কারণে পরিচিত। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十二月九日 科伊桑人或 桑人会在雨季埋藏密封装满水的鸵鸟蛋,然后在旱季挖出来使用。 |
54 | মিরিয়াম মাকেবার ঘরে ফিরে আসা | Miriam Makeba 回乡 |
55 | | Miriam Makeba returned to South Africa on June 10,1990 for the time since being banned in 1963 by the apartheid govt, on her French passport |
56 | ১০,জুন ১৯৯০ সালে মিরিয়াম মাকেবা তার ফরাসী পাসপোর্ট নিয়ে দক্ষিণ আফ্রিকায় আবার ফিরে আসে, এর আগে ১৯৬৩ সালে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকান সরকার তার এই দেশে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 23, 2014 |
57 | দক্ষিণ আফ্রিকার নাগরিক মিরিয়াম মাকেবা ছিলেন এ্যামি পুরস্কার বিজয়ী গায়িকা এবং নাগরিক অধিকার কর্মী। | Miriam Makeba 在 1990 年六月十日用法国护照回到南非,她在 1963 年被实施种族隔离政策的政府驱逐后就没回去过。 |
58 | বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ডের কারণে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ১৯৬০ সালে তার পাসপোর্ট এবং নাগরিকত্ব বাতিল করে, আর ১৯৬৩ সালে তার দক্ষিণ আফ্রিকায় ফেরার অধিকার ছিনিয়ে নেওয়া হয়। | - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十一月廿三日 Miriam Makeba 是一名南非歌手,曾赢得葛莱美奖,也是民权运动人士。 |
59 | এই ঘটনায় সে নয়টি দেশের পাসপোর্ট এবং ১০ দেশের সম্মানিত নাগরিকত্ব লাভ করে। | 因为反对种族隔离而在 1960 年被南非政府撤销护照,1963 年取消国籍和入境权利。 |
60 | সেনেগাল কুস্তি ভালবাসে | 她从十个国家获得九本护照和荣誉国民身分。 塞内加尔喜爱摔跤 |
61 | | Professional wrestling is more popular than football in Senegal. |
62 | সেনেগালে পেশাদার কুস্তি ফুটবলের চেয়েও জনপ্রিয়। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 22, 2014 |
63 | সেনেগালের পেশাদার কুস্তি যা লাআম্বা নামে পরিচিত, সেটি দেশের জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে। . | 在塞内加尔职业摔跤比足球更受欢迎。 - Africa Facts Zone (@AfricaFactsZone) 2014 年十一月廿二日 |
64 | মিশরের ফুটবল নিয়ে রেষারেষি | 塞内加尔职业摔跤称作 Laamb,已成为全国性的运动。 埃及足球死敌 |
65 | | The biggest football club rivalry in Africa is between two Egyptian clubs (Al-Ahly and Zamalek). |
66 | ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের রেষারেষি মিশরের দুই ফুটবল দলের মাঝে বিরাজমান (ক্লাব দুটি হচ্ছে আল আহালি এবং জামালেক)। | - Africa Facts Zone (@AfricaFactsZone) November 29, 2014 |
67 | কায়রো ডার্বি নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত যে দুটি ফুটবল ক্লাব তারা আল আহলি এবং জামালেক, আর এই দুটি দলের মাঝে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্করতম ফুটবল রেষারেষির বিদ্যমান। | 非洲最大的足球死敌存在于两个埃及俱乐部之间(Al-Ahly 和 Zamalek) Al Ahly 和 Zamalek 的开罗德比是非洲最暴力激烈的足球死敌对抗。 |
68 | সোমালিয়া দ্রুত টাকা তোলা | 在索马里快速领钱 |
69 | ৭ অক্টোবর ২০১৪ তারিখে সোমালিয়ায় প্রথম এটিএম মেশিন চালু হয়। | On October 7, 2014, Somalia got its first ATM. 014 年十月七日索马里装设了第一台提款机。 |
70 | এ বছর, সালাম সোমালি নামক ব্যাংকটি সোমালিয়ার মোগাদিসুতে প্রথম এটিএম বুথ স্থাপন করে। | Salaam Somali 银行今年在摩加迪沙装设了第一台提款机。 校对:Fen |