Sentence alignment for gv-ben-20090923-6452.xml (html) - gv-zhs-20090919-3760.xml (html)

#benzhs
1ডোমিনিকান প্রজাতন্ত্র: মোবাইল নম্বর এক রেখে কোম্পানী বদল多米尼加:可携式手机门号制将上路
2নম্বর একই রেখে ফোন কোম্পানী পরিবর্তন করা কি সম্ভব?同一个手机门号是否能携至不同电信公司使用?
3মার্কিন যুক্তরাষ্ট্রে এ সুযোগ কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে, যা ডোমিনিকান প্রজাতন্ত্রের জন্য প্রায়শ:ই একটা তুলনামূলক আদর্শ। কয়েক মাস আগেও অনেক ডোমিনিকানদের জন্য এটি ছিল অবিশ্বাস্য এক বিষয়, যদি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পূর্বের মোবাইল নম্বর ভিন্ন আরেক কোম্পানীর নামে বহন করার পরিকল্পনার জন্য কাজ শুরু করে দিয়েছে।可携式门号制度在美国己实施数年,也常成为多米尼加的对比标准,直到几个月前,即使政府已开始推动这项措施,多米尼加民众对此大都认为不可置信。
4ছবি সান্তিয়াগো নিকোলাউ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত照片来自Flickr用户Santiago Nicolau,依据创用CC授权使用
5ডোমিনিকান ইনষ্টিটিউট অফ টেলিকমিউনিকেশন [স্প্যানিশ ভাষায়] (স্প্যানিশ অক্ষর গুলো নিয়ে তার নাম হয় ইনডোটেল), গত এপ্রিল ঘোষণা করে নম্বর বহন করতে বা অন্য কোম্পানীতেও পূর্বের নম্বর নিয়ে যেতে পারে এ রকম সেবা দেয় এমন এক প্রতিষ্ঠানকে এই কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা জানায় এর দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানীর সহায়তায় গঠিত স্প্যানিশ এক প্রতিষ্ঠান এল কোরর্টে ইনগ্লেসকে, এটি এমন এক সিদ্ধান্ত যা শুরুতেই সন্দেহ তৈরি করে।今年四月,事情有了变化,多米尼加电信局[西班牙文]宣布,已决定负责管理可携式门号平台的单位,这项工作最后落在西班牙集团El Corte Inglés的资讯科技部门身上,这项决定起初受人质疑[西文],如Duarte 101博客的Joan Guerrero指出:
6এ সম্বন্ধে জানাচ্ছে ডুয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়] ব্লগের জোয়ান গুয়েরেরো। আমি জানি না দেশের ভবিষ্যত টেলিফোন সেবা প্রদান করার জন্য কিসের ভিত্তিতে এল কোরর্টে ইনগ্লেসকে বেছে নিয়েছে ইনডোটেল।我不知道电信局以何遴选标准,选择未来由El Corte Inglés负责这项服务,快速浏览过后,这个班牙集团旗下拥有多个部门,其中一项便提供此类服务,该公司在西班牙管理电信业者之间的可携式门号平台,也 可能在多个拉丁美洲国家都有业务。
7এই বিষয়ে দ্রুত এক পর্যালোচনা করা যাক, এই স্প্যানিশ প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি আলাদা ব্যবসা রয়েছে, এর মধ্যে একটি কোম্পানী এই ধরনের কাজ করে। স্পেনে এই কোম্পানী এক কোম্পানীর নম্বর অন্য অপারেটর বা মোবাইল ফোন কোম্পানীতে নিয়ে যায় এবং সম্ভবত ল্যাটিন আমেরিকার অনেক দেশে তাদের উপস্থিতি রয়েছে।我有机会询问这项计划的顾问Luis Rafael Pellerano,质疑为何不委托本地企业,他们更瞭解如何在本地市场落实这项制度,他回答说这家公司因为全球布局而出线,但未再详述理由,我觉得这会 让人更加好奇。
8এই উদ্যোগের আইন উপদেষ্টা রাফায়েল পেলারানোর সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, প্রশ্নটি ছিল এই কাজের জন্য তারা স্থানীয় এক কোম্পানীকে কেন বেছে নিল না, যারা তাদের নিজেদের বাজারে নম্বরসহ ফোন বাদলানোর বিষয়টি সম্বন্ধে অনেক ভালো ধারণা রাখত।
9তিনি আমাকে বলেন আন্তর্জাতিক বাজারে তার উপস্থিতির জন্য এই কোম্পানীটিকে বেছে নেওয়া হয়েছে: এর চেয়ে বিস্তারিত তিনি আর জানাতে চান নি।人们初始质疑原因包括该公司在西班牙是以经营百货公司起家,不过除此之外,许多博客都在讨论这项新制度,多从消费者的角度切入,例如一般民众对此事瞭解多少?
10আমি মনে করি, এটা আরো অনেক চাওয়াকে পূরণ করে না।这项政策有何影响?
11প্রাথমিক এই সন্দেহ ছাড়াও, আরো কিছু প্রশ্ন তৈরি হয়েছে, কারণ স্পেনে এল কোরটে ইনগ্লেসে একটি বড় দোকান হিসেবে পরিচিত।社会上相当期待电信公司能改善服务,并允许开放且公平的竞争。
12নম্বর নিয়ে কোম্পানী বদলের বিষয়টি বেশ কয়েকটি ব্লগে আলোচনা হচ্ছে, গ্রাহকের দৃষ্টিভঙ্গিতে এইসব আলোচনা: গড়ে কত জন ডোমিনিকান এই বিষয় সম্বন্ধে জানে?Duarte 101博客的读者Darío Martínez留言认为:
13কি ভাবে এই বিষয়টি প্রয়োগ করা হবে? বর্তমানে টেলিফোন কোম্পানীর কাছ থেকে সেবার মান উন্নয়ন নিয়ে এক বিপুল পরিমাণ প্রত্যাশা রয়েছে, তার সাথে ফোন বিলের হার এবং এক উন্মুক্ত প্রতিযোগিতার আশাও ডোমিনিকানরা করে।可携式门号制度若能如预期般充分落实,将会是多米尼加电信服务最重要的进步,电信公司将有责任提供优质服务给客户,因为更换电信公司将会方便又轻松,电信公司已失去绑住客户的最大筹码,现在门号已不再是他们的资产了!
14ডারিও মার্টিনেজ, যিনি ডয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়]-এর পাঠক তিনি এর সার সংক্ষেপ করেছেন:可携式门号制度究竟能否符合众人期望?
15নম্বরসহ ফোন কোম্পানী বদলানো, যেমনটা আশা করা হচ্ছে বিষয়টি যদি তেমন ঘটে (অসাধারণ), তা হলে এটি হবে মোবাইল ব্যবহারের সবচেয়ে ইতিবাচক দিক, যা আমরা ডোমিনিকানরা টেলিফোন সেবায় আশা করি। ফোন কোম্পানীগুলো আমাদের এই ব্যতিক্রম সেবা দিতে বাধ্য, কারণ এর ফলে কোম্পানী পরিবর্তন করা সাধারণ ও সহজ হবে।这项政策将自9月30日起生效,电信公司及电信局已开始宣传,透过电台与电视广告,传达一项清楚直白的讯息:从今而后,除了门号,什么都可换。
16এখন ফোন কোম্পানীগুলো তাদের গ্রাহক ধরে রাখার সবচেয়ে বড় উপাদানটিকে হারাচ্ছে, এখন নম্বর আর কোন কোম্পানীর নিজস্ব কোন সম্পত্তি নয!电信局亦运用Twitter帐号倒数新政策实施的日期,也回覆人们对新制度的疑问。
17একই নম্বর নিয়ে অন্য কোম্পানীর কাছে যাওয়ার যে আশা, তার সবটুকু কি পূরণ করতে পারবে? দুই সপ্তাহের মধ্যে, সেপ্টেম্বরের ৩০ তারিখে এই পরিকল্পনা কার্যকর হতে শুরু হবে এবং এর জন্য ইতোমধ্যে ফোন কোম্পানীগুলো লোভনীয় প্রচারণা শুরু করে দিয়েছে।届时在拉美地区,多米尼加将成为第三个实施可携式门号制度的国家,追随墨西哥与巴西的前例,许多人相信转换过程将会简单又平价,只要分四期缴付共2.
18যেমন ইনডোটেল, তারা খুব সাধারণ কিন্তু বেশ কার্যকরী রেডিও ও টেলিভিশন প্রচারণা তৈরি করেছে এক পরিষ্কার ও সহজ ভাষায়: এখন থেকে সব কিছু বদলে যাবে কেবল ইনডোটেল-এর নম্বর ছাড়া।2美元,并且事先告知现有电信公司,用户即可将门号携至其他电信公司使用。
19এছাড়াও ইনডোটেল টুইটার একাউন্ট [স্প্যানিশ ভাষায়] ব্যবহার করেছে, যেদিন থেকে এই কাজটি শুরু হবে সেই দিন গণনার জন্য, এবং একই সাথে এই পরিবর্তন বিষয়ক প্রশ্নের উত্তর দেবার জন্য।本文英文版由Eduardo Ávila译自西班牙文
20৩০ সেপ্টেম্বর থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র ল্যাটিন আমেরিকার তৃতীয় দেশে পরিণত হবে, যারা নম্বর নিয়ে কোম্পানী বদলাতে পারবে, ল্যাটিন আমেরিকায়, মেক্সিকো ও ব্রাজিল এই কাজের অগ্রপথিক।
21অনেকে বিশ্বাস করে এটা হবে খুব সহজ এবং জটিলতাহীন প্রক্রিয়া: এর জন্য মাত্র ৮০ পেসো [২.校对:Portnoy
22২০ আমেরিকান ডলার প্রদান করতে হবে], এবং এটি চার কিস্তিতে প্রদান করা যাবে, প্রতি কিস্তিতে ২০ পেসো দিতে হবে, এর ফলে ফোন ব্যবহারকারী তার পূর্বের নম্বর বহন করতে সক্ষম হবে, তবে এর জন্য তাকে পূর্বের কোম্পানীর সাথে করা চুক্তি বাতিল করতে হবে।