Sentence alignment for gv-ben-20090712-4081.xml (html) - gv-zhs-20090705-3137.xml (html)

#benzhs
1হাঙ্গেরী: ইরান ও কখনো কোন কিছুর না-এর জন্য শোভাযাত্রা匈牙利:为伊朗游行与各种集会
2যারা গত কয়েক সপ্তাহ ধরে হাঙ্গেরীতে রয়েছে তারা বিভ্রান্ত হতে পারেন কারন হাঙ্গেরীর নাগরিক বিভিন্ন উপায়ে প্রতিবাদ শোভাযাত্রা বের করেছে যা গণতন্ত্রের এক হাতিয়ার।
3জুনের ১৯ তারিখে প্রায় একশত ইরানি ছাত্র যারা হাঙ্গেরীতে পড়াশুনা করছে তারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের হিরো স্কোয়ারে এক আনুষ্ঠানিক নিরবতা পালন করে।
4এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ফেসবুকের মাধ্যমে।最近几周待在匈牙利的人可能会感到相当困惑,因为当地人民运用不同集会方式,做为展现民主的工具。
5দ্বিতীয় প্রতিবাদটি, হাঙ্গেরীর সমর্থকদের অংশগ্রহণে ইরানি দুতাবাসের সামনে অনুষ্ঠিত হয় জুনের ২১ তারিখে। এর নাম দেওয়া হয়েছিল গ্রীন ফ্লাশমব।6月19日,约百名伊朗学生集结在匈牙利首都布达佩斯的英雄广场,举办静默纪念活动,这场活动是透过Facebook动员;另一场游行发生于6月21日,许多匈牙利支持者前往布达佩斯的伊朗大使馆前,举行「绿色快闪活动」。
6তৃতীয় শোভাযাত্রাটি ইরানের গণতন্ত্র এবং মানবাধিকার লংঘনের প্রতিবাদে বের হয় যা অনুষ্ঠিত হয় জুনের ২৬ তারিখে। এটিও ইরানি দুতাবাসের সামনে অনুষ্ঠিত হয়।第三场「支持伊朗民主与人权」活动在6月26日举行,同样位于伊朗大使馆前,在社群博客「世界能够不同」上,Redjade提供6月21日游行资讯及照片,并在这篇文章提到6月26日的行动:
7কমিউনিটি ব্লগ সাইট লেহাত মাস এ ভিলাজ (পৃথিবী আলাদা হতে পারে) এ রেডজেড ২১শে জুনের এবং ২৬শে জুন প্রতিবাদের তথ্য এবং ছবি প্রকাশ করেছে এবং এ সমন্ধে লিখছে: […] এটা ছিল পুর্বের প্রতিবাদের থেকে একেবারে আলাদা।[…]在6月21日活动现场,完全没有任何警察,这次则大不相同,不仅有拒马(和国会商借?),还有数十名警察、四部厢型车与六辆轿车,但活动过程相当友善与平和,不过我怀疑伊朗学生参与人数减少,是否与警察在场威吓有关。[ …]
8গত রোববার সেখানে কোন পুলিশ উপস্থিত ছিল না।
9একেবারেই না।
10এবার কেবল সেখানে একটা বেড়াই ছিল না (সংসদ থেকে নিয়ে আসা), তার সাথে ছিল ডজন খানেক পুলিশ। এদের সাথে যুক্ত ছিল চারটি পুলিশ ভ্যান এবং ছয়টি গাড়ী।匈牙利媒体报导,匈牙利外交部长Gabor Iklody与伊朗大使Ali Reza Irvas会晤,会后外交部长表示,伊朗抗议民众有权和平抗争,匈牙利亦关切伊朗媒体所受的限制。
11কিন্তু পুরো শোভাযাত্রা বন্ধুত্বপুর্ন পরিবেশে এবং শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়। তবে আমি বিস্মিত হতাম না যদি ইরানি ছাত্ররা পুলিশের শান্তভাবে উপস্থিতিকেও অপমানজনক মনে করতো […]।6月21日还有另一种集会在布达佩斯举行,「双尾狗党」的成员及支持者发起所谓的「全面抗争」,反对各种荒谬的事,「双尾狗党」并非真政党,在匈牙利以极幽默的政治批判闻名,大约200人至300人聚集匈牙利中央主计处前,据活动博客表示,这场活动是因为这个单位存在本身就很荒谬。
12হাঙ্গেরিয়ান প্রচার মাধ্যম জানাচ্ছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী গাবর ইকলোডি এবং ইরানি রাষ্ট্রদুত আলি রেজা ইরাভাস এর মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভা নিয়ে এক রিপোর্ট করেছে।
13এর পর হাঙ্গেরীর সরকারি কর্মকর্তারা ঘোষণা করে যে ইরানের প্রতিবাদকারীদের এই দেশে শান্তিপুর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং হাঙ্গেরী ইরানে সাংবাদিকদের নিষিদ্ধ করার খবরে উদ্বিগ্ন।
14এ ছাড়াও জুনের ২১ তারিখে হাঙ্গেরীর রাজধানি বুদাপেস্টে আলাদা ধরনের এক শোভাযাত্রা বের হয়।
15এটি বের করে টু -টেইলড ডগ পার্টি বা দুই লেজওয়ালা কুকুরের দল (হাঙ্গেরিয়ান ভাষায়)। তারা একটি তথাকথিত এমন সব জিনিষে সাধারণ প্রদর্শনীর ব্যবস্থা করে যার কোন অর্থ নেই।艺术博客「影像工厂」中,记者Andras Foldes报导「双尾狗党」的活动情况:
16টু টেইলড ডগ পার্টি একটা ছদ্ম রাজনৈতিক দল যাদের সবাই চেনে হাঙ্গেরীর বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলির উপর করা তীব্র সমালোচোনার কারনে।
17প্রায় ২০০- ৩০০ ব্যাক্তি হাঙ্গেরীর কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সামনে জমা হয় : প্রতিবাদ প্রদর্শনকারী ব্লগ(হাঙ্গেরীয় ভাষায়) অনুসারে, এই প্রতিবাদের কারন ছিল হাঙ্গেরীতে এই অফিসটি থাকার কোন মানে হয় না।
18শিল্পকলা ছবির ব্লগ কেপগিয়ারের (চরিত্র নির্মাণ কারখানা) সাংবাদিক আন্দ্রাস ফোল্ডেড (হাঙ্গেরিয় ভাষায়) টু-টেলইড ডগ পার্টির এর প্রতিবাদ সমন্ধে রিপোর্ট করেছে:
19[…] আমরা আসলে কি চাই?[…]「我们要什么?
20কিছুই না।什么都不要!
21কখন? কখনই না!何时才要?
22হাঙ্গেরীর পরিসংখ্যান অফিসের সামনে (কেএসএইচ) তাদের দাবী আদায়ের জন্য কয়েক মিনিট ধরে প্রতিবাদকারীর স্লোগান দিচ্ছে।永远都不要!」,抗议群众在匈牙利中央主计处前高喊许久,但未获任何回应,没 有人从主计处走出来收取连署与对话。
23কিন্তু তাদের শ্লোগান কারো কানে পৌঁছায়নি।不过人们有各种诉求:「让明天变昨天!」、「驱离我们!」、「站上台!」、「送所有激进人士到广场上!」[ …]
24এই আওয়াজ শুনে দরখাস্ত গ্রহণ করার জন্য কেউ বের হয়ে আসেনি এবং তাদের সাথে আলোচনা করার জন্য কেউ আসেনি। যদিও অনেক দাবী ছিল আগামীকাল কে গতকাল বানাও!「影像工厂」博客有些留言提到,群众中有人高喊「驱离我们!」,其实具有潜在的政治意涵,影射自2006年以来,匈牙利现任政府所受的许多抗争,其他人指出,这种集会在欧洲不只有其文化背景,亦代表无政府主义或激进自由意识,也恰好与活动主要目标「无目的集会」相冲突。
25আমাদের বাতিল কর! প্রধান এলাকায় সকলকে একসাথে আনো একটি স্থানে। […]校对:Portnoy
26কেপগিয়ার এর কিছু পাঠক উল্লেখ করেছে মন্তব্য বিভাগে যে একজন প্রতিবাদকারী ‘আমাদের বরখাস্ত কর' স্লোগান নিয়ে হাজির হয় যা আসলে একটা গোপন রাজনৈতিক বার্তা যা প্রায়শ:ই প্রদর্শীত হয় বতমান হাঙ্গেরীর সরকারের বিপক্ষে এবই এটি ২০০৬ সাল থেকে চলে আসছে।
27অন্যেরা লিখেছে যে এই ধরনের অর্থহীন শোভাযাত্রার ইতিমধ্যে ইউরোপের সংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে যা তার র‌্য্যডিকাল মুল লক্ষ্যর সাথে সংঘর্ষ বা বৈপরিত্ব তৈরী করে অর্থহীন কারনে শোভাযাত্রা বের করার মাধ্যমে।