# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: উদ্ধার প্রাপ্ত যৌন দাসীকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে সিনা ভান ১৩ বছর বয়সে ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়াতে ছুটি কাটাতে এসেছিল। | 柬埔寨:奖座鼓励性奴隶幸存者 |
2 | কিন্তু তাকে যৌন কর্মী হিসেবে বিক্রি করে দেয়া হয় আর পরবর্তী দুই বছর সে একটি পতিতালয়ে কাটায়। সে মুক্তি পায় যখন দাসত্ব বিরোধী কর্মী আর সোমালি ম্যাম ফাউন্ডেশনের প্রধান সোমালি ম্যাম, ভানের পতিতালয়ে পুলিশ রেইডের ব্যবস্থা করে। | Sina Vann在13岁时从越南前往柬埔寨,原本要去度假,结果却沦为性奴隶,被卖进妓院近两年,直到反奴隶基金会Somaly Mam将她救出火坑,今日这位女孩加入该基金会,协助其他奴隶制幸存者及性工作者。 |
3 | আজকে ভান সোমালি ম্যাম ফাউন্ডেশনের একজন কর্মী, এবং সেই সব লোকদের সাহায্য করছেন যারা দাসত্ব থেকে বেরিয়ে এসেছে বা যারা এখনো পতিতালয়ে আছে। ভানের কাজের জন্য, তাকে ফ্রেড্রিক ডগ্লাস পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। | 她也因此获得Frederick Douglass奖,这座奖「鼓励人性精神的韧性,并强调许多现代奴隶制幸存者都伸手帮助他人获得自由」。 |
4 | ফ্রেড্রিক ডগ্লাস পুরষ্কার ‘মানুষের মানসিকতার প্রচণ্ড স্থিতিস্থাপকতার সম্মান করে আর এই বিশ্বাস রাখে যে আধুনিক দিনে দাসত্ব থেকে মুক্তি পাওয়া অনেকেই অন্যদের স্বাধীন করতে নিজেদের নিয়োজিত করে।‘ | |
5 | ভানের আরো কাহিনী নিচের এই ভিডিওতে জানা যাবে: | 她的故事请见以下影片。 |
6 | ২০০৯ সালে ফ্রেড্রিক ডগ্লাস পুরস্কার প্রাপ্ত - সিনা ভান। ভিডিও দাসদের মুক্ত কর প্রকল্পের সৌজন্যে পাওয়া যাচ্ছে ভিমিওতে। | 最近联合国针对柬埔寨人权情况,决定将相关计划与工作延长一年,根据The Mirror指出,联合国特别报告员向人权委员会表示: |
7 | সম্প্রতি জাতিসংঘ ক্যাম্বোডিয়ার মানবাধিকার পরিস্থিতি আলোচনা করতে ম্যান্ডেট এক বছর বাড়িয়েছে। দ্যা মিরর অনুসারে, জাতিসংঘের বিশেষ রাপোর্টিয়ার মানবাধিকার কাউন্সিলে রিপোর্ট করেছেন যে তিনি: | 仍然关切柬埔寨人权现状,据他的报告,柬埔寨法治仍然虚弱…且他还提到,柬埔寨最大在野党Sam Rainsy的国会议员Mu Sochua女士遭法院判刑,由于法院受政府操控,让案件充满不公义之处,只因为她胆敢挑战柬埔寨强权。 |
8 | ক্যাম্বোডিয়ার পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। তার রিপোর্ট অনুসারে, ক্যাম্বোডিয়াতে আইনের শাসন দুর্বল… তিনি ক্যাম্বোডিয়ার সব থেকে বড় বিরোধী দল স্যাম রেন্সি দলের এক সাংসদের ঘটনাও বলেছেন- জনাবা মো সোচুয়া- যাকে আদালত শাস্তি দিয়েছে। | 其他人呼吁特别报告员,不要遗忘柬埔寨性奴隶制下受害的妇孺,强调纵然还有言论自由等侵害人权状况发生,也不能忘记将性奴隶问题列为优先事项。 |
9 | এই আদালত ক্যাম্বোডিয়ার পিপলস পার্টির সরকার নিয়ন্ত্রণ করে। | 校对:Soup |
10 | তিনি অন্যায় ভাবে তার মামলা হেরে গেছেন, কারণ তিনি সাহস দেখিয়েছিলেন ক্যাম্বোডিয়ার ক্ষমতাশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করার। | |
11 | অন্যরা বিশেষ রাপোর্টিয়ারকে অনুরোধ করেছেন সেইসব নারী আর শিশুদের ভুলে না যেতে যারা ক্যাম্বোডিয়াতে যৌন দাসত্বের মধ্যে থাকে, আর এটা একটা মানবাধিকার এর মূল বিষয় হওয়া উচিত এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন যেমন প্রকাশের স্বাধীনতার সাথেই মূল্যায়ন করা উচিৎ। | |