Sentence alignment for gv-ben-20121223-34333.xml (html) - gv-zhs-20121227-11957.xml (html)

#benzhs
1দিল্লির গণধর্ষণের ঘটনায় সারা ভারতে ক্ষোভের সৃষ্টি印度:首都轮暴案,全国愤慨
2১৬ ডিসেম্বর তারিখে ভারতের রাজধানী দক্ষিণ দিল্লিতে এক চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে উপর সংঘঠিত প্রহার এবং গণধর্ষণের ঘটনা সারা ভারতকে হতভম্ব এবং ক্ষুব্ধ করে তোলে।2012年12月6日,一名23岁的女性在南德里路上的一辆公车内,遭到脱衣、殴打与强暴,引起全国震惊与愤慨。
3এই ঘটনার শিকার তরুণী এবং তার পুরুষ সঙ্গীকে লোহার রড দিয়ে পেটানো হয়, তারপর তাদের বাস থেকে ছুঁড়ে,দিল্লির মাহিপালপুর ফ্লাইওভারের নীচে আধা-উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়।与她同行的男性遭到铁棒殴打,两人后来被扔下公车,半裸倒在Mahipalpur高架桥附近,她目前因重伤住院。
4এখন মারাত্মক আহত অবস্থায় মেয়েটি এখন হাসপাতালে অবস্থান করছে।被害人为物理治疗师,同行男性为28岁的软体工程师,两人看完电影后,搭上前往Dwarka的民营公车。
5ঘটনার শিকার তরুণীটি এক ফিজিওথেরাপিস্ট এবং তার সঙ্গী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,তারা একটি চলচ্চিত্র দেখে ফেরার পথে দ্বারকা নামক এলাকায় যাবার জন্য এক বিলাসবহুল ব্যক্তিগত বাস পায়, অভিযুক্ত বাস ড্রাইভার, সহ ছয়জন মিলে উক্ত তরুণীকে ধর্ষণ করে।
6পুলিশ বাসটিকে চিহ্নিত করেছে এবং ঘটনার সাথে জড়িত the bus and have চারজনকে গ্রেফতার করেছ।驾驶及其他六人据称轮暴这位女性,警方后来循线找到公车,并逮捕四人。
7প্রতি বছর দিল্লিতে শত শত ধর্ষণের অভিযোগ দায়ের করা করা হয় এবং এই ধরনের অজস্র ঘটনার সংবাদ চেপে যাওয়া হয়।德里地区每年发生数百件强暴通报案例,另有许多案例未曾通报。
8ভারতে ধর্ষণকে নিষিদ্ধ বিষয় (ট্যাবু) হিসেবে দেখা হয়, যার ফলে এই ধরনের খুব কম ঘটনায় মামলা পর্যন্ত গড়ায়।强暴在印度属禁忌话题,故很少人愿意向警方报案,这起事件让许多人发言批判印度首都的公共安全问题。
9এই ঘটনায় ভারতের রাজধানীর জন নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে ।此事成为许多人讨论话题,也引起国会反应,不过最多人是透过社会媒体表达己见。
10ঘটনাটি ভারতের আলোচিত এক বিষয়ে পরিণত হয় এবং বিষয়টি সংসদেও আলোচিত হয়েছে।Moonmoon Ghosh的讯息或许最能表达众怒:
11কিন্তু এই বিষয় নিয়ে বেশীর ভাগ আলোচনা হয়েছে স্যোশাল মিডিয়ায়। মুনমুন ঘোষের টুইটার স্ট্যাটাস সম্ভবত বেশীর ভাগ নাগরিকের হতাশাকে ধারণ করেছে:@mooninanfield:身处德里,事实上是在整个印度,作为女人真让人害怕。
12@মুনইনএ্যানফিল্ড (মুন মুন ঘোষ): নারী হবার কারণে দিল্লিতে বাস করার ক্ষেত্রে আমি আতঙ্ক অনুভব করছি, #দেলহি, আসলে, পুরো ভারতবর্ষে। অসুস্থhttp://www.ndtv.com/article/cities真是令人作呕。http://www.ndtv.com/article/cities
13দিল্লি স্লাটওয়ার্ক থেকে আসা প্রতিবাদ। ছবি রাহুল কুমার-এর।德里Slutwalk的海报,照片来自Rahul Kumar,版权属Demotix所有。(
14কপিরাইট ডেমোটিক্স-এর (৩০/০৭/২০১১)2011年7月30日)
15টুইটারে আসা আরো কিছু প্রতিক্রিয়া:Twitter网站上还有其他意见:
16@ভানিতাজ: ডাক্তারের প্রদান করা সংবাদ অনুসারে দিল্লিতে ধর্ষণের শিকার তরুণীর অন্ত্র এবং গোপনাঙ্গ গুরুতর জখম হয়েছে ।@vanithaj:医师指出,这位强暴受害人的肠道与私处严重受创,受指控的加害者是否应判处死刑?
17মৃত্যুদণ্ড কি অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক বিচার?不,应该伤害他们的私处。
18না, তাদের গোপনাঙ্গ কেটে ফেলা উচিত। @অরবিন্দ কেজেরিওয়াল৭ (@অরবিন্দ কেজেরিওয়াল):২০১২ সালে দিল্লিতে ৬৩৫টি ধর্ষণের মামলা হয়েছে।@ArvindKejriwal7:2012年德里共出现635件强暴通报案例,任何人受到惩罚了吗?
19এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কেউ কি শাস্তি পেয়েছে? না?没有,难道如此不会变相鼓励犯罪吗?
20এই বাস্তবতা কি এই ধরনের অপরাধকে উৎসাহ প্রদান করছে না?每件强暴案应该在一个月内判决。
21যে কোন ধরনের ধর্ষণ মামলার সিদ্ধান্ত এক মাসের মধ্যে প্রদান করতে হবে। @আনন্দমহিন্দ্রা (আনন্দ মহিন্দ্রা): দিল্লির গণধর্ষণের প্রতিক্রিয়ায় সঠিক মাত্রায় ক্ষোভ তৈরি হয়েছে।@anandmahindra:在德里轮暴案后,许多人感到愤怒,媒体与社会媒体必须施压,要求采取行动。
22এই ঘটনায় চাপ বজায় রাখার জন্য প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বিরামহীন ভাবে কাজ করে যেতে হবে।@JusticeForWomen:强暴问题并不仅限于德里,印度各地每天都有女性与年幼小女孩遭到强暴,此事需要全国关心。
23@জাস্টিসফরওমেন: ধর্ষণ কেবল #দিল্লির সমস্যা নয়, #ভারতে প্রতিদিন এবং সকল স্থানে নারী ও তরুণীরা ধর্ষণের শিকার হচ্ছে-বিষয়টি জাতীয় পর্যায়ে মনোযোগের দাবিদার। এ ওমেন ইন টুডেস ইন্ডিয়া উদ্বিগ্ন :A Woman in Today's India大为光火:
24ভারতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, আর এটাই শেষ নয়!此事并非空前,亦不可能绝后!
25আবার এই ধরনের ঘটনা ঘটবে, আবার ঘটবে, তারপর আবার ঘটবে, তারপর আবার, তারপর আবার, এক দিনে অজস্রবার ঘটবে। দেবীর পূজা করা এক জাতি, যাদের বাসস্থানকে ভারত বলে অভিহিত করা হয়, তার সবটুকু এলাকা জুড়ে এই ঘটনা ঘটবে। [..]此事会一再、一再、一再发生,在这个名叫印度的伟大国家,此事每天发生好几次。[ …]
26ভারতে ধর্ষণ সংঘঠিত হয়, কারণ আমরা বোধহীন। এন ইন্ডিয়ান হোমমেকার-এর অনেক প্রশ্ন রয়েছে:强暴事件在印度出现,因为我们是个麻木不仁的国家。
27আপনাদের কাছে কি মনে হয়, কোন বিষয়টি দিল্লির এই ধর্ষণকারীদের নির্ভয় করে তুলেছে? [..]An Indian Homemaker心中有许多疑问:
28আপনি কি মনে করেন আমাদের সমাজ সত্যিকার অর্থে ধর্ষণকারীদের অপরাধী হিসেবে দেখে?各位觉得德里这些强暴犯为何胆大无畏?[ …]
29আমাদের মধ্যে অনেকে ধর্ষণকে অনেকটা এভাবে দেখে যে,ধর্ষণ তখন সংঘঠিত হয়, যখন ধর্ষণকারী নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না।各位觉得社会真认为这些强暴者是重刑犯吗?
30দৃশ্যত, যৌন অপরাধীদের অপরাধ বিচারের ক্ষেত্রে আমাদের এক নিজস্ব বিচারিক আদর্শ রয়েছে, আর ধর্ষণকারীরা তা জানে। লক্ষী চৌধুরী লিখেছে :在许多人眼中,强暴事件是因为加害人无法自制,社会对于性罪犯似乎具有特殊标准,这些强暴者也心知肚明。
31প্রতিবার এক উত্তেজনাপূর্ণ ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হয়ে আসে।Lakshmi Chaudhry写道:
32প্রতিবার একজন রাজনীতিবিদ তার মুখ খোলে, এটা অন্য এক ভারতে স্বাগত না জানানোর মত এক ঘটনার স্মরণ, আমাদের ধীরে চলা ভারতে, আরো বিপজ্জনক এক জোড় যা একগুয়ের মত এগিয়ে যেতে এবং পরিবর্তিত হতে চায় না।
33এই বিষয়টিও অখণ্ডনীয় এক প্রমাণ যে আমাদের এই জগৎ পুরোপুরি বাস্তব নয়, যা কেবল নিজস্ব অবস্থানে অস্তিত্ব তৈরি করা সতর্ক প্রহরার বুদবুদ যা নিরাপত্তার বিভ্রান্তিতে তৈরি। এটি এমন এক বুদবুদ যা কিনা আরেকটি ভারতের ইচ্ছায় ভেঙ্গে পড়বে, আমরা যাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখি।每次强暴案出现在媒体头条,每次政治人物张口,都让人不得不想起印度的另一面,发展缓慢、潜藏危险、坚持不愿成长或改变,总提醒我们世界并非完全美好又安全,也并非建构在小心呵护的泡沫中,我们很想与印度的另一面保持距离,但这种美好泡沫很容易就会破灭。
34দিল্লি স্লাটওয়াক-এ পুরুষরা অংশগ্রহণ করেছেI ছবি রাহুল কুমার। কপিরাইট ডেমোটিক্সের参与Slutwalk的男性,照片来自Rahul Kumar,版权属Demotix所有
35রিতু ললিত, সোশ্যাল একটিভিস্ট, আইন প্রণেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি খোলা চিঠি পোস্ট করেছে। তার এক সারাংশ:Ritu Lalit公开致函给社运人士、立法人员、执法人员,摘要如下:
36আমাদের দেশের প্রকৃত নিপীড়িতদের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমাদের নারীদের প্রতি।我希望各位注意到国内真正受到压迫的女性问题,为何女性所受的苦难未获各位重视?
37আমাদের দেশের নারীদের উপর সংঘঠিত অত্যাচার কেন আপনাদের নজর এড়িয়ে যায়?为何各位无法替她们发声?
38কেন আপনারা তাদের মান রক্ষার্থে এগিয়ে আসতে পারেন না?各位之中不少极知名的公众人物为女性,却不敢为2002年发生的事件表达意见!
39আপনাদের মাঝে উল্লেখযোগ্য নারী হচ্ছেন জাতীয় ব্যক্তিত্ব, আর তারা এমন কিছুর খেয়ালে আছেন যা ২০০২ সালে ঘটেছে! দি প্রেগন্যান্ট থটস মন্তব্য করেছে :The Pregnant Thought认为:
40দিল্লির ধর্ষণের ঘটনার জন্ম গতকাল নয়। এটা আমাদের আইনের শাসন না থাকার ঘটনাকে বাড়াতে দেওয়ার ফলে সৃষ্ট অবৈধ সন্তান।德里的强暴文化并非自昨天开始,这是社会任性下的非法产物,失败的不是德里,而是我们。
41দিল্লি ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছি আমরা। এই বিষয়ে আমাদের কঠিন আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই।我们拥有严刑峻法,却未落实。
42আরো কঠিন আইনের বদলে আমাদের আরো উন্মুক্ত এক সংস্কৃতি দরকার। এটা আসলে কি ধরনের সংস্কৃতি যেখানে যৌনতা একটা খারাপ শব্দ, আর ধর্ষণ হচ্ছে নিয়ম ।除了立法要更严格,文化也得更开放,当性爱是脏话、强暴是常态,我们究竟拥有什么文化?
43এই বিষয়টি উপলব্ধি করার জন্য আমাদের কি প্রয়োজন যে, “একটি বিষয়কে বোঝার জন্য, তাকে উপলদ্ধির করা প্রয়োজন”।我们究竟何时才会明白,“要先面对问题,才能解决问题”。
44জেগে উঠুন, উন্মুক্ত হোন!快觉醒,快开放。