# | ben | zhs |
---|
1 | দক্ষিণ আফ্রিকা: কাস্টার সেমেনেইয়ে, ছেলে নাকি মেয়ে? | 南非:金牌选手是男或女? |
2 | দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ কাস্টার সেমেনেইয়ে সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় একটি স্বর্ণপদক জিতেছে। এই জয় তাকে সবার চোখের সামনে নিয়ে আসে, তবে তার জয়ের কারণে নয়, লিঙ্গ পরিচয় নিয়ে তৈরি হওয়া সমস্যার কারণে। | 莎曼亚(Caster Semenye)是位年轻的南非赛跑选手,最近在德国柏林的比赛夺下金牌,她后来成为镁光灯焦点,但并非因为成绩,而是因为性别,人们怀疑莎曼亚究竟是男或女,以下整理博客圈对此事的看法。 |
3 | এখন প্রশ্ন তৈরি হয়েছে, কাস্টার সেমেনেইয়ে কি পুরুষ নাকি মহিলা? এই পোস্টে আমরা এই বিতর্কিত বিষয়ে ব্লগারদের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। | 《Mail and Guardian》报导: |
4 | মেইল এবং গার্ডিয়ান রিপোর্ট করেছে: জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতায় বৃহস্পতিবার সেমেনেইয়ে ৮০০ মিটার দৌড়ে মহিলা বিভাগে স্বর্ণ পদক জেতে। | 莎曼亚于8月19日于柏林的世界锦标赛获得800公尺赛跑金牌,之后旋即陷入争议,全球媒体因为她阳刚的面容,而开始质疑她的性别。 |
5 | এর সাথে সাথে সে নিজেকে এক বিতর্কের মধ্যে আবিষ্কার করে, যখন বিশ্বের প্রচার মাধ্যমে আলাদা করে তার পুরুষালী পেশি এবং লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে। | |
6 | ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ এথলেটিক ফেডারেশন বা বিশ্ব ক্রীড়া পারিষদ ওরফে আইএএএফ তার লিঙ্গ পরিচয় নিয়ে তোলা অভিযোগ তদন্ত করে দেখছে। | |
7 | দক্ষিণ আফ্রিকার প্রধান রাজনৈতিক দল, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এনএনসি ও অন্যান্য রাজনৈতিক সংগঠন এই ধরনের তদন্তের নিন্দা জানিয়েছে এবং কাস্টার সেমেনেইয়ের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছে। | |
8 | এডাম ওয়েকফিল্ড অনুভব করছেন, পুরো বিতর্ক আইএএএফ এর ভণ্ডামি উন্মোচন করে দেয় এবং তারা পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। | |
9 | তিনি লিখেছেন: মাত্র ১৮ বছর বয়স তার। | 国际田径总会也为此进行调查。 |
10 | এখনো সেমেনেইয়ের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, যদি না আইএএএফ পরিস্থিতিকে জটিল করে ফেলার কারণে তা খারাপ দিকে গড়ায়। | 南非执政党及其他政治团体均出面谴责调查,全力支持莎曼亚。 |
11 | এটা এক হতাশা তৈরি করে যে, আইএএফ-এর ফাইনালের আগে জানানো উচিত ছিল যে সেমেনেইয়ের লিঙ্গ পরিচয় পরীক্ষা দিতে হবে। | Adam Wakefield认为整起争议突显国际田径总会多么伪善及笨拙,他表示: |
12 | তারা কি উসাইন বোল্টের ২০০ মিটার চূড়ান্ত দৌঁড়ের আগে তার ড্রাগ টেস্ট পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে তা প্রকাশ করত? | 莎曼亚年仅18岁,尚有大好前程,但前提是国际田总的愚蠢行径不会每下愈况。 |
13 | না, কারণ আইনের শর্ত হল মাদক পরীক্ষার ফলাফল একবার মাত্র জনসম্মুখে প্রকাশ করা হবে, আর তা করা হবে তখন, যখন আইএএফ ও ওয়াডা ১০০% নিশ্চিত হবে যে, হয় মাদক টেস্টে এ অথবা বি নমুনার ফলাফল ইতিবাচক হয়েছে। | |
14 | সেমেনেইয়ের ক্ষেত্রে, সে বিলাসিতা এবং গোপনীয়তার অধিকার অর্জন করতে পারে নি। আবিগাইল আব্রাহাম কর্ম ক্ষেত্রে তার সহকর্মীদের সাথে এই বিষয় নিয়ে আলোচনার কথা লিখেছেন: | 国际田总竟然在决赛之前,便让外界知道莎曼亚正接受性别检查,实在很可恶,他们会在世界冠军波特(Usain Bolt)参加200公尺赛跑决赛前,就泄露这种消息吗? |
15 | হ্যাঁ, সবাই একমত, তাকে অনেক পুরুষালী দেখায়, কিন্তু যদি কিছু পুরুষ মহিলার মতো এবং কিছু মহিলাকে পুরুষের মতো দেখতে লাগে তা নিয়ে কেউ ভ্রূকুটি করে না, যদি না বিষয়টি কোন বিতর্ক তৈরি করে। আমার এক সহকর্মী সেমেনেইয়েকে টেনিস খেলোয়াড় উইলিয়াম বোনদের সাথে তুলনা করেছে! | 当然不会,因为根据规定,除了田径总会已完全确定,两个样本的药物检验中有任一呈现阳性,才可以公布结果,然而莎曼亚却没有这种隐私权。 |
16 | যদিও আমি ততটা যেতে রাজি নই। অন্য আরেক পোস্টে তিনি লিখেছেন: | Abigail Abrahams提到同事之间的讨论: |
17 | পুরো ঘটনাটি আমার কাছে এক কবিতার মতো মনে হয়, যা আমরা প্রাথমিক স্কুলে পড়েছিলাম। এই কবিতা লিখেছিল হেনরি এস লেইহ, যেখানে যমজ জোড়া বেদনা অনুভব করেছিল, “… যাদের আমি জানি তাদের কাছে কোন জবাব আশা করা ছাড়াই এই প্রশ্ন করেছি। | 在场的人都认为,她确实看起来较为阳刚,但若争议没有浮上台面,无论是男选手较为阴柔,或是女选手较为阳刚,根本没有人会在意。 |
18 | তুমি আসলে কি করবে, যদি তোমাকে প্রমাণ করতে বলা হয় যে, তুমি আসলেই তুমি? জ্যাকি অনুভব করেছে যে পুরো বিষয়টি এড়ানো যেত: | 有位同事还把莎曼亚和网球选手威廉斯姐妹(Williams)对比! |
19 | তার কোচ সেমে এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা এই বিতর্ক এড়াতে পারত এবং তাদের তা করা উচিত ছিল। | |
20 | এই ঘটনার জন্য তাদের তৈরি থাকা উচিত ছিল এবং এই পরীক্ষা মাস খানেক, এমনকি তা বছর খানেক আগে করা যেত। | |
21 | এই সংবেদনশীল কাজ যা করা উচিত ছিল। | 但我不会讨论到那个地步。 |
22 | এই মেয়েটি এখনো কিশোরী, সে তার লিঙ্গ পরিচয়ের সন্ধিক্ষণে রয়েছে। | 她在另一篇文章中认为: |
23 | এই আন্তর্জাতিক জটিলতা যা এড়ানো যেত, সেই বিষয়টি তার এবং তার পরিবারের জন্য বিশাল এক মানসিক চাপ তৈরি করেছে। এই চাপ এমন এক সময় তৈরি হয়েছে, যখন সে ক্ষণভঙ্গুর অবস্থায় রয়েছে এবং তার লিঙ্গ পরিচয় এর দিক থেকে, এবং তার শারীরিক গঠন এখনো তৈরি হচ্ছে। | 整件事让我想起小学时读到的一首诗,是Henry S Leigh所写的「双胞胎」,其中运气较差的双胞胎感叹:「…我询问每个人,但都没有答案,如果你是我,你要如何证明你是你?」 |
24 | রোডসেফটি. কো. | Jackie觉得整件事原本可以避免: |
25 | জায়া দক্ষিণ আফ্রিকার হাই স্কুল প্রতিযোগিতায় কাস্টার সেমেনেইয়ের দৌঁড়ানোর ছবি জোগাড় করতে সমর্থ হয়েছে। সুপারমিডিয়া সাইটে গিয়ে আপনারা এই ছবি দেখতে পারেন। | 她的教练及南非田径协会理应能避免争议发生,他们早该有所准备,在几个月甚至几年前就默默做好检验,这可能是最敏感的事情,这个女孩还不满20岁,或许还对性向感到犹豫,在她生理与心理都还在发展的脆弱时刻,这项国际事件将为她和家人带来极大心理压力。 |
26 | অনেক ব্লগার তার নামের প্রতি মনোযোগ দিয়েছে। ইংরেজীতে এই নামের বানান সেমেনেইয়ের বদলে অনেকটা সী-ম্যান-ইয়েহ উচ্চারণ করা যায়। | Roadsafety.co.za找到莎曼亚参与南亚中学田径赛的照片,画面请见此。 |
27 | ব্লগার লিখেছে: আমি এই গ্রাম্য (দক্ষিণ আফ্রিকার ভাষায় ইয়ারপি) ব্যক্তিটিকে দেখছিলাম.. | 有些博客则将莎蔓亚的名字拼为「啥男呀」(See-Man-Yeah),例如: |
28 | দু:খিত, আমি বলতে চাচ্ছি বালিকাটিকে.. কাস্টার সী-ম্যান ইয়েহ (উচ্চারণ বিশ্লেষণ করলে নামের মানে দাঁড়ায়, কাস্টার নামক পুরুষটিকে দেখ) গত রাতে মেয়েদের ৮০০ মিটার দৌঁড়ের সেমিফাইনালে সে ছিল এবং আমি বিস্মিত যে কিভাবে আপনারা নিশ্চিত যে ব্যক্তিটি.. | 我昨晚在看啥男呀参加男子…抱歉,是女子组800公尺赛跑,我不禁怀疑,你们怎么能确定这个男…抱歉,这个女人真是女人? |
29 | দু:খিত সে, আসলে একটা মেয়ে? “সে” প্রাথমিক বাছাই পর্বে সম্ভাব্য বিজয়ীদের গতিতে পরাস্ত করে এক প্রতারণা করেছে। | 「她」先前就曾企图绊倒其他选手,我们要怎么确定她不是装得像女生的男人? |
30 | আমরা কিভাবে নিশ্চিত হবো যে, এই নারী বেশি পুরুষ মেয়ের বেশে ছবি তুলে আর কোন প্রতারণা করবে না, যেখানে বাস্তবতা হচ্ছে সে এক পুরুষ? | |
31 | এই মেয়েটিকে দেখতে নিশ্চিত রুপে এক পুরুষের মতো লাগে। | 她看起来很像个男人。 |
32 | ওয়ানলার্জপ্রন লিখেছে: | Onelargeprawn提到: |
33 | গত রাতে যখন তাকে দৌড় শেষ করে দড়ির প্রান্ত ছুঁতে দেখি, সে সময় তার শারীরিক অঙ্গভঙ্গি নির্দেশ করছিল যে এই বিষয়ে তার চিন্তাভাবনা কি- সে তার বাহু আড়াআড়ি টেনে নিল এবং কাঁধের ময়লা পরিষ্কার করল। | |
34 | জেই জেড এতে গর্ব অনুভব করবে। লিঙ্গ নিশ্চিত করণ পরীক্ষার জটিলতার কারনে পরীক্ষার ফলাফল কয়েক সপ্তাহেও নিশ্চিত করা যাবে না। | 她昨天跨越终点线后,动作似乎老早想过了,她双手交叉,拍去肩膀上的尘土,饶舌歌手Jay Z肯定很以她为荣。 |
35 | ঘটনাক্রমে আইএএএফ সেমেনেইয়েকে গতরাতের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারে নি। তবে এটা বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকা বেশ কিছু অপ্রথাগত চাপের মধ্যে ছিল, সেমেনেইয়ের নাম প্রত্যাহার করে নেবার জন্য। | 由于性别检验相当复杂,结果要几周后才会出炉,故国际田径总会无法阻挡莎曼亚参加前一晚的决赛,不过南非确实受到某些非正式的压力,希望让莎曼亚退出比赛,所幸在坚持下,让她能继续出赛。 |
36 | তারা তাদের এই স্বর্ণশিকারীর প্রতি আস্থা বজায় রেখেছিল এবং তাকে দৌঁড়াতে দিয়েছিল। | Simonial也找到莎曼亚的旧照片,他认为: |
37 | সিমোনিয়াল, কাস্টার সেমেনেইয়ের একটা পুরোনো ছবি জোগাড় করেছে এবং যুক্ত করেছে: | 莎曼亚在这照片里肯定像个女孩。 |
38 | এই সমস্ত ছবিতে সেমেনেইয়েকে নিশ্চিত ভাবে দেখতে একটা মেয়ের মতো লাগে। | Soulfood质疑为何南非每回在新闻中有所成就时,总是会加上但书: |
39 | সোলফুড বিস্মিত কেন প্রতি বার দক্ষিণ আফ্রিকা কোন অর্জনের বেলায় সংবাদ শিরোনাম হয়, তার অর্জনে একটা কিন্তু থেকে যায়: | 为何每次南非有好消息传出时,后面总会加上「可是」、「不过」、「然而」,莎曼亚即为一例。 |
40 | কেন এমনটা ঘটে, যখনই দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার কেউ ভালো কিছুর জন্য সংবাদে আসে-তার এই যোগ্যতা কোন এক “কিন্তুর…” মধ্যে দিয়ে ঘটে অথবা “ সকল ঘটনায়” অথবা “সকল কিছু সত্বেও” একটা প্রশ্ন থেকে যায়। | |
41 | কাস্টার সেমেনেইয়ের বিষয়ও আমার দৃষ্টিতে এ রকম এক ঘটনা। | 根据官方记录,莎曼亚在800公尺项目的成绩是世界第五! |
42 | কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রেকর্ড মোতাবেক কাস্টার ৮০০ মিটার দৌঁড়ের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। | |
43 | ইতিহাসে! | 史上第五! |
44 | কিন্তু এই পরীক্ষা করা হচ্ছে একা তার উপর, সে কি ছেলে নাকি মেয়ে। ৬০০০ মাইল পরিহাসছলে এই বিষয়টির দিকে তাকাচ্ছেন: | 但是,还得接受性别测验,确认她究竟是男是女。 |
45 | সকল গুরুত্ব প্রদান করা সত্ত্বেও, এটা দুর্ভাগ্যজনক যে এই ঘটনা সেমেনেইয়ের লিঙ্গ পরিচয়ের সাথে যুক্ত হয়েছে, তার অসাধারণ ক্রীড়া শৈলী প্রদর্শনের সাথে নয়, যা সে গত রাতে দৌঁড়ের মাধ্যমে প্রদর্শন করে। | |
46 | সে দক্ষিণ আফ্রিকাকে গর্বিত করেছে এবং এটাই এখানে সবচেয়ে বড় সংবাদ হবার কথা। | 博客6000 Miles则讽刺地认为: |
47 | আমি নিশ্চিত যে পুরো দেশ তার পেছনে অবস্থান নেবে যখন সে এক অদ্ভুত দ্বৈত পদক অর্জনের জন্য দৌঁড়াবে, আগামীকাল সন্ধ্যায় পুরুষদের ৮০০ মিটার দৌড়ে পদক অর্জনের জন্য। দৌঁড়ের ভিডিওটি : | 严格来说,很遗憾新闻总绕着性别打转,而非讨论她的卓越比赛成绩,她让南非备感荣耀,这才该成为新闻。 |
48 | মাইকেল জনসনের কিছু দৃষ্টিভঙ্গি: Email | 我相信全国都会支持她,让她在明晚男子组800公尺赛跑中担任替身。 |
49 | লিখেছেনIsmail Dhorat অনুবাদ করেছেন বিজয় | 赛况画面: |
50 | লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন » নাম (দরকারী) | 知名运动员Michael Johnson的看法: |
51 | ইমেইল (প্রকাশ করা হবে না) (দরকারী) ওয়েবসাইট | 校对:Soup |
52 | ইমেইলের মাধ্যমে এই পোস্টের মন্তব্যগুলো পেতে চাই | |