Sentence alignment for gv-ben-20081117-1418.xml (html) - gv-zhs-20081116-1500.xml (html)

#benzhs
1নিকারাগুয়া: সাম্প্রতিক নির্বাচনে প্রতারণা নিয়ে উদ্বেগ尼加拉瓜:关注近期选举舞弊
2সম্পাদকের টীকা: নীচেরটা আলভারো বেরোটেরানের ব্লগ নিকারিয়াগুয়া ঈ সু ব্লগে একটি লেখার সারসংক্ষেপের ভাষান্তর এবং লেখকের অনুমতি নিয়ে ব্যবহৃত।
3গত ৯ই নভেম্বরের সাধারণ নির্বাচনের সময়ে মানাগুয়ার রাস্তাই একমাত্র জায়গা ছিল না যেখানে নিকারাগুয়ার দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকরা অবস্থান নিয়েছিল।本文原系Nicaragua y Su博客由Alvaro Berroteran撰写的整理报导[西班牙文],经Eduardo Avila译为英文,经许可后使用。
4তাদেরকে সরব উপস্থিতি সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক আর টুইটারেও পাওয়া যাচ্ছিল। কিছু ক্ষেত্রে তারা কার্যত মুখোমুখী হয়েছে, যেখানে লেখার শব্দ অপর দলের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে আর ব্লগাররাও এক্ষেত্রে পেছনে থাকেননি।11月9日所举行的尼加拉瓜地方选举中,两大党支持者不只出现于首都马纳瓜(Managua)的街道上,在Facebook与Twitter等社会网络网站上,也能看见他们的踪迹,网站上偶有争执,将文字做为武器,博客更毫不保留,不过至少在这些空间里,没有人因此受难或受伤。
5তবে আশার বিষয় অনলাইনে হয়েছে বলেই এসব সংঘর্ষের ফলে কোন হতাহতের দেখা পাওয়া যায়নি। কিছু ব্লগার মিউনিসিপাল নির্বাচনের ফলাফলের উপর তাদের মতামত জানিয়েছেন, যেমন ঈ আহোরা দে কু ভামোস আ হাব্লার?有些博客对地方选举结果发表感想,例如Y ahora ¿de qué vamos a hablar?
6ব্লগ লিখেছে বিরোধী দলের পরাজয় নিয়ে:博客提到在野阵营落败[西班牙文]:
7অনেকের জন্য এটা বিষ্ময়কর ছিল যে সরকারী দল মিউনিসিপাল নির্বাচন জিতেছে দেশের অনেক জায়গার মেয়রের দায়িত্বের বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, যেখানে মোট ভোটের শতকরা ভাগ জাতীয় পর্যায়ে নির্বাচনে পাওয়া ভোটের থেকে অনেক বেশী।
8কিন্তু একটা বিষয় যা অনেক ব্লগে বারবার উঠে আসছিল হচ্ছে সরকারী দল এফএসএলএন কর্তৃক প্রতারণার অভিযোগ।很多人意外执政党竟赢得地方选举,掌握全国各地多数市长宝座,得票率也比先前全国性选举还高。
9এটি যারা দাবী করে তেমন একটি ব্লগ হচ্ছে চেপে ভেলেজ যেটি লিখেছে:不过许多博客皆提到执政党FSLN舞弊一事,Chepe Velez博客即指出[西班牙文]:
10যে স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে তা প্রমান করে যে বিচারক রিভাজ সঠিক ছিলেন, যখন তিনি জাতীয় পর্যবেক্ষকদের জন্য সম্মতি দেননি। নিকারাগুয়ায় আমাদের আরো পর্যবেক্ষকদের প্রয়োজন নেই, আমরা নিজেরাই যথেষ্ট।从历届选举的透明度,证明Rivas法官先前拒绝任何全国观察员的决定没错,尼加拉瓜不需更多观察员,全国数千民众署名申诉,有些手中还有选票做为证据,舞弊事件让执政党候选人失去席次,政府有各种手段,包括拒绝承认部分公民的身份证、让倾向某政党的未成年者投票、执政党党员多次投票、宣布选票无效、提前关闭投票所,甚至开设秘密或虚拟投票所等,舞弊情况很明显,我们都看在眼中。
11সারা দেশের বিভিন্ন কোনা থেকে নাগরিকরা অভিযোগ করে প্রথম আর শেষ নাম নিয়ে, কেউ কেউ হাতে ব্যালট নিয়ে।尽管用尽各种手段,仍有执政党候选人意外落选,显示人民拒绝支持总统家族的独裁行为。
12প্রতারণার মাধ্যমে ড্যানিয়েল ওরতেগার প্রার্থীরা ক্ষমতায় যাওয়ার চাবিকাঠি স্থানীয় আসনগুলো পেয়েছে।Notas Rigorosas博客的Leonel Delgado则提及,多数媒体报导都集中在首都地区[西班牙文]:
13তাদের চালাকির তালিকা লম্বা আর শুরু হয়েছে স্বাধীন নাগরিকদের পরিচয়পত্র দিতে মানা করার মাধ্যমে।首都马纳瓜吸引所有目光,媒体焦点也集中于此,就从马纳瓜的结果来制造真相。
14আইডি বিতরণ করা হয়েছে ভোটের উপযোগী হবার চেয়ে কম বয়সীদের মধ্যে, যাদেরকে ‘দলের' সাথে সম্পৃক্ত করা হয়েছিল; একানায়কতন্ত্রের দলের সদস্যদের মিউনিসিপালে ভোট দান, ব্যালট বাতিল করা, কেন্দ্র তাড়াতাড়ি বন্ধ করে দেয়া, এমনকি লুকানো বা কার্যত ভোট কেন্দ্র খোলা।
15প্রতারণা পরিষ্কার ছিল আর আমরা সবাই তা দেখেছি। প্রতারণা সত্বেও ডানিয়ালিসমোর পরাজয় বিষ্ময়কর ছিল।全国约半数民众根本不在乎地方选举,另外一半则各自极端支持朝野两党。
16এতো কৌশল সত্তেও এটা পরিষ্কার ছিল যে অর্তেগা মুরিল্লোর একানায়কতন্ত্রের পরিবারকে জনগণ বাতিল করেছে। আর এখন, লিওনেল ডেলগাডো নোটাস রিগোরোসাস ব্লগে লিখেছেন যে বেশীরভাগ প্রতিবেদন প্রচারণা রাজধানী ভিত্তিক:Contra La Dictadura博客亦指称地方选举有舞弊情事,其中引述一位朋友的文章,已预告舞弊可能发生,并认为民众必须反抗,否则就会出问题[西班牙文]:
17দেশের অর্ধেক জনসংখ্যা, কম বেশী মিউনিসিপাল নির্বাচন নিয়ে চিন্তিত করেনা, বাকি অর্ধেক সান্দিনিস্টাস আর লিবারেলদের মধ্যে বিভক্ত।
18আর একটা ব্লগ যে সুর মিলিয়েছে যে মিউনিসিপাল নির্বাচনে প্রতারণা হয়েছে হচ্ছে কন্ট্রা লা দিক্তাদুরা (একানায়কতন্ত্রের বিরুদ্ধে)।10月19日,一位博客朋友在文章「Cracking the Code」里写道:
19এই ব্লগ আর একটা ব্লগের উল্লেখ করেছেন যে আগে থেকে সম্ভাব্য প্রতারণার কথা বলেছিল আর লিখেছে যে নাগরিকদের বিদ্রোহ করা উচিত নাহলে তারা বিপদে পড়বে: আমি নিশ্চিত যে পরবর্তী নির্বাচনে প্রতারণা হবে, আর নির্বাচনের ফলাফল ঘোষণার পরের মুহূর্তে চুক্তি ভঙ্গ হবে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত।我相信下届选举一定会有舞弊事件,而要瓦解这个效应的关键时刻,正是选举结果公布之时,若我们因害怕支持总统的民兵攻击,就消极接受作弊结果,没有表达任何抗议,我们就将面临独裁统治,若让这股恐惧入侵,未来几年我们都将感到害怕、不敢行动,就像小鸟站在毒蛇眼前一样,为了避免遭受攻击,我们将让后代生活在充满恐惧的黑暗时代。
20আমরা যদি প্রতারণার নিবাচনের ফলাফল কোন প্রতিবাদ ছাড়া মেনে নেই এই ভয়ে যে ডানিয়েল ওরতেগার সংসদীয় সত্বা হয়ে যারা কাজ করছে তারা আমাদেরকে আক্রমণ করবে, তাহলে আমাদের একনায়কতন্ত্রের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এখন যে ভীতি আমাদেরকে আক্রমণ করছে তার স্থলে পরবর্তী বছরে আমরা ভীত, চলৎশক্তিহীন হয়ে পড়ব, সাপের সামনে পাখীর মতো।另一项报导选举的工具,则是一种Twitter应用程序(如图标),FSLN(执政党)、Alexis Arguello(马纳瓜市长)等关键词则由Igor设定。
21আক্রমণ থামানোর জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভীতি ও অন্ধকারাছন্ন একটা জীবন দেব।校对:Soup
22নির্বাচনের খবর দেয়ার জন্য ব্যবহার করা হয়েছিল হচ্ছে আর একটা টুইটার অ্যাপ্লিকেশন (যেটি উপরের ছবিতে দেখা যাচ্ছে), যেখানে কি ওয়ার্ডগুলো যেমন এফএসএলএন (সান্দিনিশ্তা দল), আলেক্সিস আরগুয়েলো (মানাগুয়ার মেয়র) আবীর্ভুত হয়েছিল ইগোরের সৃষ্টিতে।