Sentence alignment for gv-ben-20090606-3439.xml (html) - gv-zhs-20090531-2837.xml (html)

#benzhs
1আমেরিকা: চিকিৎসার জন্যে মারিজুয়ানার ব্যবহার নিয়ে যুদ্ধ美国:持续争取医疗用大麻合法
2ফ্লিকারের নীতা লিন্ড এর ছবি照片来自Flickr用户Neeta Lind
3আমেরিকার ১৩টি অঙ্গরাজ্যের নাগরিকরা বর্তমানে চিকিৎসাগত কারনে মারিজুয়ানা (গাঁজা) সেবন করতে পারে, কিন্তু এই সীমাবদ্ধ ভাবে মারিজুয়ান সেবন করার অধিকারও এখন হুমকির সম্মুখীন।
4একে মোকাবেলা করতে এবং মারিজুয়ানার ব্যবহার বাড়ানো এবং বৈধকরনের দাবীতে অনেক আমেরিকান নাগরিক ব্লগে লিখেছেন।美国共有13州允许民众以医疗用途使用大麻,但如今连此种有限权利也受到威胁,许多美国人因此成立博客,支持合法使用大麻。
5জানা যায় মারিজুয়ানা (ক্যানাবিস) বৈধ করার দাবীতে আমেরিকায় বিতর্ক শুরু হয় ১৯০০ শতকের শুরুর দিকে।大麻合法化在美国的论辩最早可追溯至二十世纪初,当时人们开始使用大麻为娱乐,时隔百年,相关论辩始终不曾平息。
6সে সময় লোকজন এটিকে বিনোদনের জন্য ব্যবহার করতো।法院里的州法与联邦法
7এরপর প্রায় ১০০ বছরের বেশী সময় পার হয়ে গেছে এবং শুরু থেকে এই বিতর্ক তার উত্তাপের একটু‌ও তাপ কমাতে পারেনি। কোর্টে রাষ্ট্র বনাম রাজ্য সরকারের আইন:检察总长Eric Holder于今年二月宣布,联邦政府将不再扫荡符合各州法律的医疗用大麻俱乐部,尽管如此,反对大麻者仍不断运作,最近共和党籍的奥克拉荷马州参议员Tom Coburn提出修正案,强迫各州遵守联邦政府规定,目前联邦政府并未通过准许全国使用大麻的法案。
8ফ্রেব্রুয়ারী মাসে এটর্নি জেনারেল এরিক হোল্ডার ঘোষণা দেন যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার আর মেডিকেল মারিজুয়ানা ক্লাবে হানা দেবে না যা রাষ্ট্রের আইন মেনে চলে।
9এই ঘোষণা সত্বেও এই ড্রাগ বা মাদক বিরোধীরা এখনো এর বিরুদ্ধে লড়াই করেছে।最后修正案于5月21日以些微之差闯关失败。
10খুব সম্প্রতি ওকলোহামার রিপাবলিকান সিনেটর বা সংসদ সদস্য টম কোবার্ন আইনে এক সংশোধনী আনার চেষ্টা করেন যাতে ফেডারেল সরকার বাধ্য করতে পারবে কেন্দ্রীয় সরকারকে, তাদের আইন মানতে। উল্লেখযোগ্য যে মারিজুয়ানাকে সারাদেশে বৈধ করা এখনও আইনে পরিণত হয়নি।据NORML Daily Stash的Dudemaster引述,Americans for Safe Access在Opposing Views刊登一篇文章,论及提案阻止医疗用大麻失败一事:
11মে মাসের ২১ তারিখে এই সংশোধনী খুব সামান্য ভোটের ব্যবধানে আইনে পরিণত হতে ব্যর্থ হয়। নরমাল ডেইলি স্টাশ-এর একজন ব্লগার ডিউডমাস্টার, একটি প্রবন্ধ থেকে উদ্ধৃতি দিয়েছে বিরোধী দৃষ্টিভঙ্গির বিষয়টি, আমেরিকা ফর সেফ এক্সেস বা নিরাপদ আমেরিকা জন্য, সংগঠন আমেরিকায় চিকিৎসা ক্ষেত্রে মারিজুয়ানা ব্যবহার বন্ধ করার লক্ষ্যে ব্যর্থ চেষ্টা করছে।目前医疗用大麻若要经美国食品及药物管理局(FDA)检验,唯一途径只有透过民间赞助,进行管理局所核可的医疗试验(和其 他药品 程序相同),若Coburn参议员确实有心关切大麻医疗疗效,他应先考虑废除缉毒局(DEA)核发种植医疗用大麻执照的职权,目前缉毒局只将执照发给全国 毒品滥用研究所(NIDA),该单位只研究大麻的负面影响,此举不仅阻碍美国对大麻疗效研究发展,亦影响正常药品核可程序。
12বর্তমানে চিকিৎসার জন্য মারিজুয়ানা ব্যবহার কেবল যথাযথভাবে সঠিক ভাবে মুল্যায়ন করার মাধ্যমে- যা ব্যাক্তিগত ভাবে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠিত এফডিএ দ্বারা পরীক্ষাগারে অনুমোদনের মাধ্যমে দেওয়া হয় (অন্য যে কোন ওষুধ এভাবে পরীক্ষা করার পর সরবরাহ করা হয়), যদি সিনেটর কোবার্নের উদ্দেশ্য হয় চিকিৎসাক্ষেত্রে মারিজুয়ানাকে কাজে লাগানো, তাহলে তাকে প্রথমে ড্রাগ এনফোর্সমেন্ট এডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর একচেটিয়া অধিকার বন্ধ করতে হবে।
13এই প্রতিষ্ঠান চিকিৎসার জন্য মারিজুয়ানার চাষের সুযোগ কেবল গবেষণার জন্য দিয়ে থাকে। বর্তমানে ডিইএ কেবল ন্যাশনাল ইনিষ্টিটউ ফর ড্রাগ এ্যাবিউজ (এনআইডিএ) নামের প্রতিষ্ঠানকে বিশেষভাবে চিকৎসার জন্য ক্যানআবিস চাষের লাইসেন্স দিয়েছে।加州关于此事的长期论辩也在五月中落幕,1986年加州州法允许以医疗目的使用大麻,后来San Diego及San Bernardino两郡将此案送至美国最高法院,希望扭转这项法律,法院于5月18日宣布两郡败诉,「终止毒品战」组织的Scott Morgan指出:
14তারা কেবল মারিজুয়ানা ব্যবহারের খারাপ দিক নিয়েই গবেষণা করে। এই একাচেটিয়া অধিকার আমেরিকার যে কোন তদন্ত এবং গবেষণার জন্য বাধা।这是我们第100次瞭解,纵然与联邦法互相冲突,也不能阻碍州法允许医疗用大麻,联邦执法单位介可能造成问题,但州法不会因此失败,仍为患者面对州警时提供重要保护,毕竟患者一般较常遇州警。
15ক্যালিফোর্নিয়ায়, একটা লম্বা সময় ধরে চলা যুদ্ধ এ মাসের শুরুতে সমাপ্ত হয়েছে।所谓联邦法能超越州法的论点,现在证明只是反对医疗用大麻者多年来编造的谎言,手法不错,可惜不管用,本案终结。
16এখানকার দুই কাউন্টি বা স্থানীয় এলাকা সান দিয়েগো ও সান বার্নার্দিনো ১৯৯৬ সালের রাষ্ট্রীয় আইনকে পাল্টে ফেলার চেষ্টা করে।
17এই অধিকার চিকিৎসার ক্ষেত্রে মারিজুয়ানা ব্যবহার করার অনুমতি দেয় যা আমেরিকার সুপ্রিম কোর্টে কেসটিকে তুলে আনার মধ্যে দিয়ে অর্জন হয়।
18তারা মের ১৮ তারিখে এই মামলায় হেরে যায়।加州旧金山的医疗用大麻俱乐部,照片来自Flickr用户Thomas Hawk
19স্টপ দা ড্রাগ ওয়ার অর্গানাইজেশনের স্কট মর্গান কাউন্টির কোর্টে হেরে যাওয়া বিষয়ে ব্লগে লেখেন: শতবার রাষ্ট্রের সাথে রাজ্যের আইনের দ্বন্দ্ব, রাষ্ট্রের এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে বাধা নয়, যা চিকিৎসা ক্ষেত্রে মারিজুয়ানা ব্যবহার করার অনুমতি দেয়।Americans for Safe Access组织的Joe Elford在Medical Cannabis: Voices from the frontlines博客里,提到自己于5月26日在加州出庭时,在口头辩论中支持医疗用大麻的经验,该案一群患者指称使用大麻时遭到警长骚扰:
20রাজ্য সরকারের শক্তি প্রয়োগ করা ব্যক্তি এতে এগিয়ে আসতে পারে এবং সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তারা রাষ্ট্রের আইনকে অকার্যকর করতে পারে না। এই সমস্ত আইন এখন প্রয়োগ করা যেতে পারে, এবং রাষ্ট্রের শৃংখলারক্ষী বাহিনীর বিরুদ্ধে মুল্যবান নিরাপত্তা প্রদান করতে পারে, যার রোগী তারা এই যোগাযোগের মধ্যে আসতে পছন্দ করে।我在沙加缅度(Sacramento)的州立法院上诉法庭里参与口头辩论,该案为「威廉斯与布特郡」(Williams v. Butte County)案,有一小群患者指控遭到警长办公室骚扰,威廉斯及其他六名患者贡献人力物力,照顾威廉斯所有土地上的41株大麻,几年前布特郡一次扫荡行 动中,副警长Jacob Hancock未持搜查令,扬言逮捕威廉斯,要求他将大麻拔除,最后只留下12株…
21তবে এই চিন্তা থেকে যায় যে, রাজ্যের আইন যে ভাবে হোক রাষ্ট্রের আইন বাতিল করবে, যা কেবল তৈরী করা অর্থহীন এক বিষয় এটাই কিনা চিকিৎসা ক্ষেত্রে মারিজুয়ানা নেওয়ারর শত্রু, যার ফলে মুখ দিয়ে নেওয়া বন্ধ হয়েছ কয়েক বছরের জন্য।
22চমৎকার চেষ্টা, কিন্তু আপনি ভুল করেছেন।透过博客争取大麻使用权
23মামলা শেষ। সান ফ্রান্সিসকোর মেডিকেল মারিজুয়ানা ক্লাব, ছবি ফ্লিকারের থমাস হোয়াক এর সৌজন্যে虽然医疗用大麻在加州合法,但全国也只有其他12个州采行相同政策,全国各地仍有许多人士不断争取合法,抗议行动亦蔓延至博客圈,人们常列举各种大麻有益的理由。
24থার্ড এ্যাপিলেট ডিস্ট্রিক এ তিন নাম্বার অপীল বিভাগে যাওয়ার আগে আমি মৌখিক যুক্তি দেখিয়েছিলাম, যা ছিল সাক্রামেন্টোর রাষ্ট্রীয় বিচারালায়।
25এই মামলা ছিল উইলিয়াম বনাম বাট্টে কাউন্টির মধ্যে যা স্বল্পসংখ্যক একদল রোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল।
26এদের বাট্টে কাউন্টির শেরিফ অফিস হয়রানি করছিল। বিশেষত উইলিয়াম এবং ছয়জন রোগীর শ্রম নষ্ট করা হয় এবং উইলিমায়ের সম্পত্তি, এই সম্পত্তির মধ্যে ৪১ টি গাছ।大麻政策计划MPP Blog中,Bruce Mirken提出研究,证明大麻有助对抗直肠癌,并坚持医疗用大麻「不只是让情绪兴奋而已」。
27এই বাট্টে কাউন্টির একজন দুষ্ট শেরিফ কয়েকবছর আগে তা সরিয়ে ফেলে, ডেপুটি শেরিফ জ্যাকব হেনকক এসে উইলিয়ামের সম্পত্তিতে প্রবেশ করে কোন ওয়ারেন্ট বা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই এবং তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে ১২টি চারা নষ্ট করতে বলে।
28মারিজুয়ানার অধিকারের জন্য ব্লগিং করা যদিও মেডিকেল মারিজুয়ানা ক্যালিফোর্নিয়ায় বৈধ আমেরিকায় কেবল ১২টি রাজ্যে একই নীতি গ্রহণ করেছে।The Stimulist列出大麻应合法的五项理由,包括婴儿潮世代年龄渐高、反毒品受欢迎程度下滑、经济效益等:
29এই কারনেই অনেক কন্ঠস্বর ধারাবাহিকভাবে সারাদেশে এই ড্রাগ বৈধ করার প্রচারনা চালাচ্ছে। অনেক প্রতিবাদী কন্ঠস্বর ব্লগোস্ফিয়ারে প্রচারনা চালাচ্ছে, প্রায়শ:ই অনেকে শোনাচ্ছে, মারিজুয়ানা ব্যবহারে কি সুবিধা রয়েছে।加州经济受到创伤,州长阿诺史瓦辛格(Arnold Schwarzenegger)也在苦思生财之道,包括San Quentin监狱与洛杉矶运动场都在求售,但他采取的最激进行为即为研究大麻合法化,他在本月初表示:「为了创造额外收益,我永远都接受各种可能性」。
30মারিজুয়ানা পলিসি প্রজেক্টে ব্লগে, এমপিপি ব্লগ, ব্রুস মিরকেন এক গবেষণা উপস্থাপন করেছেন, যেখানে দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে ক্যানাবিস সাহায্য করতে পারে এবং উৎসাহ প্রদান করতে পারে মেডিকেল মারিজুয়ানা কেবল “নেশা করার জন্য নয়”।
31দি স্টিমুলিষ্ট পাঁচটি কারন উল্লেখ করেন কেন মারিজুয়ানাকে বৈধ করা হবে- এর সঙ্গে এই তথ্যটি যোগ করেন যে বেবি বুমারদের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রজন্ম, যারা কম সন্তানের প্রথাকে ভাঙ্গতে চায়) বয়স বাড়ছে; ড্রাগ বা মাদক যুদ্ধের জনপ্রিয়তা আস্তে আস্তে কমে আসছে এবং তার সঙ্গে অর্থনৈতিক সুবিধাও:
32ক্যালিফোনিয়ার অর্থনীতি শুয়ে পড়ছে এবং গভর্নর আর্নল্ড শোয়ারজেনেগার যে কোন ভাবে টাকা বানানোর উপায় খুঁজছেন।
33সান কুয়েন্টিন এবং এল এ কলিসিয়াম বিক্রির জন্য রাখা হয়েছে।也有人成立关于大麻的网络新闻社群,提供地图标示各地大麻俱乐部位址,还有照片分享社群及论坛。
34কিন্তু সবেচেয়ে জোরালো যে উদ্যোগ তিনি নিয়েছেন তা হোল মাদক বিষয়টিকে বৈধ করার জন্য গবেষণার আহবান। তিনি এ মে মাসের শুরুতে বলেন, অতিরিক্ত রাজস্ব আয় নিয়ে আমি সব সময় উন্মুক্ত বিতর্কের পক্ষে।虽然有许多支持者,但由于反对声浪仍强烈,联邦立法允许大麻之路仍然漫长,Deb-HAS-grn在Green Passion论坛发文,提及自己最近与儿子的对话:
35মারিজুয়ানা সমন্ধে অনলাইন নিউজ কমিউনিটি (সংবাদ প্রদানকারী সম্প্রদায়) সৃষ্টি হয়েছে, এর মধ্যে এক মানচিত্র রয়েছে।
36এর ব্যবহারকারীকে এই মানচিত্র দেখাচ্ছে সবচেয়ে কাছের ক্যানাবিস ক্লাব কোথায়, তার ফটো শেয়ারিং (ছবি ভাগাভাগি করে দেখা) সম্প্রদায় এবং এই নিয়ে আলোচনা সভা কোথায় হয় । অনেক সমর্থক থাকা সত্বেও মারিজুয়ান বিরোধীরা এখন শক্তিশালী এবং যার ফলে রাজ্য সরকাররে আইনের দ্বারা একে বৈধ করার বিষয়টি এখনও অনকে দুরের ব্যাপার।几个月前我对儿子说,自己很喜欢植栽,也参与网络论坛Green Passion,我还说到,随着年纪渐长,我对大麻合法的期望也愈来愈强烈,儿子的反应和我一样,并不令我意外,但他也向我说,妈,我还是认为未来很长一 段时间,大麻都不可能合法,想到自己有生之年,都可能无法随意种植与使用大麻,对我实在有些冲击,我并不期待所有国家都能让医疗用大麻合法,但期望我能拥 有使用大麻的自由。
37ডেব-হাস- গ্রান ফোরামে বা সভায় একটা লেখা পোষ্ট করেছে যার নাম গ্রীন প্যাশন বা সবুজ অনুরাগ।
38এটি এক মহিলার কথোপকথন, যা সম্প্রতি তিনি তার ছেলের সাথে আলাপ করেছেন।
39“আমি কয়েক মাস আগে আমার ছেলের সাথে ইন্টারনেটের মাধ্যমে যে ভালোবাসা বাড়ছে সে সমন্ধে এবং সবুজ ভালোবাসা, আমার নতুন আগ্রহ সমন্ধে, আলাপ করছিলাম।
40আমি এছাড়াও তাকে বলছিলাম যতই আমি বুড়ো হচ্ছি পট বা গাঁজা যেন বৈধ হয় আমার মনের এই ইচ্ছে আরো শক্তিশালী হচ্ছে।
41তার উত্তরে সে যা বলল তা আমাকে বিস্মিত করেনি, কারন আমি নিজেও সে ভাবেই ভেবেছি।
42কিন্তু এক সময় যখন সে আমাকে বললো মা আমার বলতে খারাপ লাগছে কিন্তু সত্যি যদি বলি তাহলে বলবো আমি মনে করি না তারা মারিজুয়ানাকে বৈধ করবে।
43এটি বৈধ হতে আরো অনেক বছর লাগবে।校对:Soup
44এই শব্দগুলো আমার কানে কঠিন হয়ে বাজলো এবং ভাবনায় মনে হলো আমি কোনদিনই সে দিনটা দেখতে পাবো না, যখন তা বৈধভাবে জন্মাবে এবং আমি যখন ইচ্ছে তখন তার ধোঁয়া নিতে পারবো।
45আমি চিকিৎসার জন্য মারিজুয়ানা নেওয়াকে সকল দেশে বৈধ করার ব্যাপারে আলোচনা করছি না, আমি বলছি যখন তা সিগারেট আকারে আসবে এবং আমি খুশীমতো তা নেবার স্বাধীনতা পাব।”