# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: আস্তানা, ব্লগারদের চোখে যেমন | 哈萨克斯坦:首都阿斯塔纳 |
2 | ব্লগাররা দেশের নতুন রাজধানী সমন্ধে তাদের ধারণা জানাচ্ছে। | 博客们和我们分享他们对这个国家新首都的印象。 |
3 | ড্রাজ তার পোস্টে লিখেছেন [রুশ ভাষায়], এই শহর বিভিন্ন সংখ্যা ও বিকল্প ভাষায় পরিপুর্ণ: | Drudg在他的文章里,以充满委婉的譬喻[俄文]写道: |
4 | “আস্তানার রাস্তাগুলোর অবশ্যই আরো একবার নামকরণ করা উচিত: পেটুক গলি, অসংযত এবং বাড়াবাড়ি রাজপথ, অশ্লীল সড়ক, দুর্ণীতি পথ ১. দুর্ণীতি পথ ২, করুণ রাস্তা, ইত্যাদি। | 阿斯塔纳(Astana)的街道应该重新命名:暴食街、过度和过量道、俗气大道、腐败路一段、腐败路二段感伤巷。 |
5 | রাজধানী শহরের প্রত্যেকটি বাসার প্রত্যেক সেন্টিমিটার যেন বিবাদে লিপ্ত”। | |
6 | এম-কাআ তার ভাবনা জানাচ্ছেন। তিনি বলেছেন দুই বছর যাবত তিনি আস্তানায় যাননি। | 而每一平方公分的首都建筑都在争取它。 |
7 | তার মতে একে তুলনা করা যায় এক দশকের উন্নয়নের সাথে, যদি নতুন রাজধানী হিসেবে একে তুলনা করা হয়। সেখানে নির্মাণ করা প্রতিটি প্রকল্প জাতীয় গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হচ্ছে। | M-kaa也分享了他的印象,说他只离开了阿斯塔纳两年,但考虑到新首都建设项目被视为国家的重要事务,他觉得可与数十年相比,[俄文]: |
8 | শহরটি বাড়ছে এবং আরো পরিস্ফুটিত হচ্ছে, কিন্তু শহরের রাস্তায় এখনো তেমন লোকজন দেখা যায় না। শহরটা অনেক সাজানো। | 这个城市正急速成长,但街道上仍没有太多人。 |
9 | এর প্রশস্ত রাস্তা এবং বিশাল বাড়ী যাদের দেখে পরিত্যক্ত বলে মনে হয়। বিবর্ণ দিনে জলন্ত সুর্যের নীচে আস্তানাকে দেখে এ রকমই মনে হয়। | 这个城市看起来像装饰-其宽广的道路和巨大的建筑,在艳阳下看起来特别地令人沮丧。 |
10 | আমার জন্য এটা বোঝা খুব কঠিন, এই একঘেয়ে অপ্রয়োজনীয় রেস্তোঁরার ভার কে নেবে। | 对我来说,很难理解谁会去看似相仿且没有任何概念特色的乏味餐厅。 |
11 | এরা একে অন্যর মতো দেখতে এবং এদের কোন বিশেষত্ব নেই। | 谁会生活在为数众多的住宅社区然后在巨大的商业中心工作? |
12 | কারা এই বিশাল ভবনগুলোতে বাস করে এবং দানবাকৃতির ব্যবাসা কেন্দ্র গুলোতে কাজ করে? আমার এক বন্ধু আস্তানায় বাস করে। | 正如我的一个阿斯塔纳朋友说:「如果他们一直忙于做爱并增加人口,情况可能会好些」。 |
13 | সে বলে, “তারা যদি প্রেমে ব্যস্ত থাকে তাহলে অনেক ভালো কাজ হবে। কারন এতে জনসংখ্যা বৃদ্ধি পাবে”। | 最后是ys-pumpui评论这个欧亚大陆的中心[俄文]: |
14 | সবশেষ পোস্ট- যেটিতে ওয়াইএস পুম্পিউ মন্তব্য করেছে ইউরোশিয়া সেন্টার নিয়ে [রুশ ভাষায়]: | 摄影:Adam-kesher |
15 | আমলাদের জন্য এটা একটা স্বর্গ। | 此文亦张贴于neweurasia |
16 | উত্তম স্বাদ এবং প্রতিভা, তার সাথে গাম্ভীর্যের অভাব রয়েছে এবং এটা উপলদ্ধি করা বেদনাদায়ক যে বিদেশীরা এমনিই কাজাখস্তানের বাসিন্দাদের সাথে যুক্ত হবে, এই “কিছু একটার” মধ্যে দিয়ে। | |
17 | ছবিগুলে তুলেছেন এডাম-কেশের এটি নিউইউরেশিয়া ব্লগে পোস্ট করা হয়েছে। | 校对:Soup |