# | ben | zhs |
---|
1 | বলিভিয়া: আর্জেন্টিনার বিরুদ্ধে এক অবিশ্বাস্য এবং ঐতিহাসিক ৬-১ গোলের জয় | |
2 | প্রধান কোচ ডিয়েগো ম্যারাডোনা এবং তার তারকায় ভরা আর্জেন্টিনা ফুটবল দল বলিভিয়ার মুখোমুখি হবার জন্য লা পাজ শহরে এসেছিল ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবার জন্য। | |
3 | সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটিও আর্জেন্টিনার জন্য একটা সহজ জয়ে পরিণত হতে যাচ্ছে। | |
4 | আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের সেরা ফুটবল দলগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে। | |
5 | তবে সারা মহাদেশকে বিস্মিত করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে এসেছে বলিভিয়ার ফুটবল দল। | |
6 | জয়টিকে সবাই অবিশ্বাস্য ভাবছে না, অবিশ্বাস্য ভাবছে ৬-১ গোলের এই ফলাফলকে। | |
7 | এই জয় বিশ্বকাপের চুড়ান্ত পর্বে বলিভিয়ার খেলার আশা ও বিশ্বাসকে আবার চাঙ্গা করে তুলছে। | |
8 | কারন এক সময় ভাবা হয়েছিল যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে দেশটির উত্তীর্ন হবার আশা ধুলিসাৎ হয়ে গেছে। | |
9 | ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত | 玻利维亚:国家足球队意外大败阿根廷 |
10 | আবার খেলায় ফিরে আসি, অনেক বলিভিয়ান বিশ্বাস করেছিল যে দেশের মাঠে বলিভিয়া আরেকটি পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছে। | |
11 | প্রোবারসে এস গ্রাতিস (স্প্যানিশ ভাষায়) এর ইভান রড্রিগুয়েজ সেই সব লোকদের মধ্যে যারা এ সমস্ত কথা বলছিল। | |
12 | “আমি স্বীকার করছি পলায়নপর মানসিকতাপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমিও ছিল। | |
13 | খেলা শুরু হবার আগে আমি মুখে চুইংগাম পুরিনি। | [除另标示,本文连结皆为西班牙文,英文版原载于2009年4月5日] |
14 | প্রথমার্ধের যে সময় বলিভিয়া প্রথম গোল করলো, তখন সব মাথা ঘুরে গেল এবং আরো বেশী লোকজন খেলার প্রতি আগ্রহী হয়ে উঠল।” ঢামপায়ার (স্প্যানিশ ভাষায়) খেলা চলাকালিন সময় কাজের মধ্যে ছিলেন। | 当阿根廷队总教练马拉度纳[中文]带领众多球星,在世界杯足球赛资格赛遇上玻利维亚队,外界均预期阿根廷会轻松取胜,毕竟该国国家队排名世界第六[英文];然而玻利维亚队却爆冷门胜出,震撼整个拉丁美洲,并非因为玻国不可能赢球,而是终场六比一的结果,让人们原先并不期待玻利维亚晋级2010年世界杯足球赛,如今又燃起一线希望。 |
15 | কিন্তু বিরতির সময় খেলার এক ঝলক দেখতে সক্ষম হন। | |
16 | শীঘ্রই খেলার প্রতি তার আগ্রহী চতুর্গুণ বেড়ে গেল। ম্যাচটিতে বলিভিয়া উন্নততর খেলা প্রদর্শন করতে লাগলো। | 照片来自Hugo Miranda,经许可后使用。http://angelcaido666x.blogspot.com |
17 | বিরতির সময় যখন খেলার ফলাফল ৩-১ এবং খেলাটি বলিভিয়ার পক্ষে, তখনও অনেকের মতো উইলি এ্যান্ডুজ ধরে নিয়েছিলেন আর্জেন্টিনা এই খেলায় ড্র করবে, এমনকি জিতেই যেতে পারে। | |
18 | ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত | |
19 | যখন খেলা শেষ হবার বাঁশী বাজলো খেলার তখনও চুড়ান্ত ফলাফলাকে মাত্র কয়েকজন বিশ্বাস করেছিল। | |
20 | এরপর সারা দেশে অব্যহত এক উৎসব শুরু হলো। জয়ের পরের দিন জাতীয় ফুটবল দলের উপর আবার নতুন করে গর্ব করা শুরু হলো। | 许多玻利维亚人在赛前便不看好国家队,认为只会再次在主场输球,Probarse es Gratis博客的Ivan Rodriguez表示:「我承认自己对国家队心存怀疑,甚至不愿拿片口香糖赌他们赢球」。 |
21 | দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ ফুটবলের মুলপর্বে যাবার জন্য যদিও বাছাই পর্বে উত্তীর্ন হবার জন্য এক ভয়ানক যুদ্ধ চলছে তারপরেও গাণিতিকভাবে এখনও বলিভিয়ার পক্ষে সেই বৈতরনী পার হওয়া সম্ভব। | |
22 | ইনসোমনিয়াকোর (স্প্যানশি ভাষায়) সান্তিয়াগো টেরসোর্স আশা করছে যে, “তারা সব সময় এই রকম খেলবে।” অনেকে আবার অনুশোচনা বোধ করছিল। | 上半场玻国取得第一分后,很多人才转头回来关心赛况,Dhampire在球赛时正在工作,不过在休息时间有机会看一下情况,很快就完全受比赛吸引;尽管中场时,玻利维亚已取得三比一的领先优势,Willy Andres和许多人仍预料阿根廷队会追平,或甚至逆转得胜。 |
23 | গেভেলহার তার টুইটার একাউন্টে লিখছেন (স্প্যানিশ ভাষায়) “বলিভিয়া ফুটবল দল আর্জেন্টিনাকে ৬-১ গোলে পরাজিত করেছে, জাতীয় দলের কাছে হাজার বার ক্ষমা চাইছি। | |
24 | কারন আমরা তাদের অপ্রয়োজনীয় বলে গালি দিয়েছিলাম।” | |
25 | এনজেল কাইডো ব্লগের হুগো মিরান্ডা গর্বিত যে তিনিও খেলার সময় মাঠে ছিলেন। তিনি খেলার ভিডিও ধারণ করেছেন এবং তার বিভিন্ন অংশ ইন্টারনেটে তুলো দিয়েছেন। | 当终场哨音响起,许多人不敢相信最后比数,全国涌现庆祝人潮,之后几天,人们对国家队充满骄傲,虽然要晋级世界杯路途依然艰辛,就计算上仍不无可能,Insomniaco博客的Santiago Terceros希望国家队能一直维持这个表现,有些人更感后悔,Gevalher在Twitter网站上留言:「玻利维亚以六比一击败阿根廷,我之前曾说过国家队一无是处,在此郑重道歉。」 |
26 | এইসব ভিডিওর মধ্যে কয়েকটি গোলও ছিল। এটি ছিল এমন এক ম্যাচ যা সামনের দিনগুলোতেও ভোলা যাবে না: | Angel Caido博客的Hugo Miranda很骄傲自已在现场观赛,用摄影机记录并上传球赛片段与进球画面,他短期内都不会忘掉这场比赛: |
27 | “আমাদের জাতীয় দলের উপর আমার সব সময় বিশ্বাস ছিল। কিন্তু তাদের দুর্বল খেলা প্রদর্শনের কারনে আশাই ছিল একমাত্র ভেলা এবং আশা ছাড়া আমাদের আর আসলে কিছুই ছিল না।” | 今天我和四万名观众坐在球场里,许多人来自千里达、欧鲁洛、科查班巴、圣克鲁兹、苏克雷及全国各地,门票价格很贵,…当然, 多数人是为阿根廷球星Messi、Tevez、Mascherano、Zanetti等人而来,但现在玻利维亚全国人民都已明白,我们有可能赢球… |
28 | লা পাজের সকলেই কাজ থেকে সময় বের করে স্টেডিয়ামে গিয়ে বা টেলিভিশনের সামনে বসে খেলা দেখেনি। | |
29 | কাপসুলা দি তিয়েম্পের ভানিয়া ভালদেরামা(স্প্যানিশ ভাষায়) হতাশ হবার আশন্কায় খেলা দেখতে যাননি। | |
30 | তাই ভদ্রমহিলা কাজের মধ্যেই ডুবে থাকেন। তার স্বামী এবং ছেলেমেয়েরা স্টেডিয়ামে খেলা দেখতে যায়। | 我一直对国家队抱有信心,因为对贫民而言,他们只拥有希望,否则便一无所有。 |
31 | তবে সেদিন সন্ধ্যায় যখনই বলিভিয়ার খেলোয়াড়রা একটি করে গোল করে তিনি সাথে সাথে গান গেয়ে ওঠেন এবং এভাবেই তিনি এই ঐতিহাসিক জয়ের সাথে নিজেকে আবিস্কার করেন। এই ম্যাচের এই বড় ধরনের জয় পুরোন এক বির্তককে আবার নতুন করে উস্কে দিয়েছে। | 并非每个人都放下工作,到球场或在电视机前看球,Capsula de Tiempo博客的Vania Balderrama居住在拉巴斯(La Paz),她不想看一场会失望的球赛,所以决定照常工作,让丈夫和孩子们去球场;不过到下午时,她无意瞥见玻国民众在每次国家队进球时,发送到Twitter上的讯息,这才知道玻国国家队获得历史性胜利。 |
32 | সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে ফুটবল খেলা কিছুদিন এক বির্তক তৈরী হয়েছিল। কয়েক বছর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উঁচুতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছিল। | 由于最后比数如此悬殊,人们又开始争辩在高海拔地区比赛是否公平,过去几年以来,一直有人要求禁止在海拔2500公尺以上的地区举行赛事,也就将拉巴斯剔除在可能比赛场地之外,但玻国总统莫拉列斯(Evo Morales)不断捍卫拉巴斯的比赛权[中文],强调许多南美队伍均曾在此得胜,包括阿根廷也于2005年在同个场地赢球。 |
33 | যদি এই আইন থাকতো তাহলে লা পাজে ফুটবল খেলা বাতিল হয়ে যেত। | 胜利滋味对Alkolica博客的Erika Pinto格外甜蜜,他还记得阿根廷最近曾发生球场仇外事件[中文]。 |
34 | তবে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশের রাজধানী লা পাজে ফুটবল খেলা যাতে হয় তার জন্য আন্দোলন করেন। | |
35 | অনেক দক্ষিণ আমেরিকান ফুটবল দল এই পরিমান উঁচুতে বলিভিয়ার বিপক্ষে খেলে জিতেছিল। | Gabriel Zuleta在Eufenismos博客提到,对于国内冲突不断的玻利维亚而言,球场得胜的确是好消息: |
36 | যার মধ্যে ২০০৫ সালের আর্জেন্টিনার দলও ছিল। জেতার সময় তারা কোন ধরনের সমস্যা ছাড়াই জিতেছিল। | 玻国国家队从未如此懂得进攻,球员展现真心和热情,期盼上帝这种动力能维持到国外的赛事,让玻利维亚达成晋级世界杯的遥远梦想,再次恭喜玻利维亚,国家队万岁!! |
37 | এই জয় কারো জন্য আরো মধুর, যেমন আলকোলিকার এরিকা পিন্টোর জন্য ( স্প্যানিশ ভাষায়)। | |
38 | তিনি সম্প্রতি আর্জেন্টিনায় এক ফুটবল ম্যাচ- এর সময় তৈরী হওয়া বিদেশী বিদ্বেষী এক গণউন্মাদনার কথা স্মরণ করেন। | |
39 | সবশেষে ইউফেনিসমোস ব্লগের গ্যাব্রিয়েল জুলেতা লিখছে, এই জয় ছিল এমন এক দেশের জন্য এক স্বাগত সংবাদ যার দেশের ভেতরের নানা ধরনের চড়াই উৎরাই পার হচ্ছে: | |
40 | বলিভিয়া জানে কিভাবে আক্রমণ করতে হয় যা সে আগের ম্যাচগুলোতে কখনও করেনি। | 感谢Bogs Bolivia提供本文部分连结 |
41 | এই দল, খেলার প্রতি তাদের হৃদয় প্রদর্শন করেছে, তাদের উদ্দীপনা দেখিয়েছে। | |
42 | ঈশ্বরের ইচ্ছায় এই খেলা থেকে পাওয়া উৎসাহ অন্য, সেই সব ম্যাচগুলোতেও দেখা যাবে, যেগুলো বিদেশে খেলা হবে। | |
43 | এভাবে একটা স্মৃতিকাতরতা এবং এক দুরবর্তী ভ্রান্তি তৈরী হবে যে বলিভিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলেছে। | |
44 | আরেকবার-- অভিনন্দন বলিভিয়া-- জাতীয় ফুটবল দল দীর্ঘজীবি হোক। | 校对:dreamf |