# | ben | zhs |
---|
1 | পূর্ব তিমুরঃ আততায়ী হামলায় প্রেসিডেন্ট আহত | |
2 | পূর্ব তিমুরে থাকা ব্লগাররা লিখেছেন আজ সকালে সেখানের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার উপর আততায়ী হামলা হয়েছে। | |
3 | ডিলিজেন্স ব্লগের ব্লগার লিখেছেন: | 东帝汶:总统遇袭负伤 |
4 | রাষ্ট্রপতির বাড়ির কাছে থাকে এমন একজন বন্ধু ( দিলির কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে) আমাকে সকাল ৭টায় ফোন করে বলেছে যে প্রায় ১৫ মিনিট ধরে বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে। | |
5 | মনে হচ্ছে বন্দুক যুদ্ধ শুরু হয়েছে সকাল ৬:৩০ এর দিকে তবে সংঘর্ষ শুরু হয়েছে মনে হচ্ছে আরো আগে থেকে। | |
6 | আধ ঘন্টার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে আর এখন পর্যন্ত পরিস্থিতি সেরকমই আছে। | |
7 | ডিলিজেন্স যে এলাকায় হামলা হয়েছে তার একটা ম্যাপ দিয়েছে। জানানা রিপাব্লিক পরবর্তী ব্লগ যা এই ঘটনার কথা জানিয়েছে: | 东帝汶部落客记录了总统霍塔(Jose Ramos Horta)遇袭事件,部落格Diligence提到: |
8 | ফোন গুলো পাগলের মত বাজছে আর এসএমএস প্রচুর হচ্ছে। আমরা অসমর্থিতভাবে সকাল ০৭:৪৫ এর দিকে এই খবর পেলাম। | 总统寓所位于首都迪力(Dili)市中心东方约五公里处,一位住在寓所附近的朋友今天早上七点钟打电话给我,跟我说当地发生约15分钟的枪声,枪战约莫于早上六点三十分开始,不过冲突应该更早爆发,半个小时之内,安全部队便全面升高警戒,目前仍是如此。 |
9 | কর্মীরা যখন কাজে আসল তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। | Diligence也张贴了攻击事件地点的地图。 |
10 | আমরা এখন সম্ভাব্য ফলাফলের জন্য অপেক্ষা করছি। | Xanana Republic接着也提到同一起事件: |
11 | যদি সত্যি সত্যি আলফ্রেদো মারা গিয়ে থাকে তাহলে আমরা ভাবছি যারা আলফ্রেদোকে মুক্তিযোদ্ধা ভেবে পুঁজো করে তাদের প্রতিক্রিয়া কি হবে। | |
12 | যে “আলফ্রেদো” রিনাদোর কথা ব্লগার বলছেন তিনি একজন উচ্চ পদস্থ সেনা সদস্য যে পূর্ব তিমুরের সেনা বাহিনী ত্যাগ করেছিল যখন ৬০০ সৈন্যকে চাকুরি চ্যুত করা হয়। | |
13 | তার এই ত্যাগের কারন পূর্ব তিমুরের সেনাদের চাকুরি চ্যুত সেনা সদস্য আর বেকার যুবকদের উপর নির্যাতন করার প্রতিবাদ হিসেবে ছিল। | |
14 | তাকে ২৬ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এক মাস পর সে জেল থেকে পালায়। অস্ট্রেলিয়ার কমান্ডোর সহায়তায় তাকে ধরার জন্য ২০০৭ এর শুরুতে একটা অভিযান করা হয়। | 电话铃声从未间断,简讯更是塞爆,我们在大约七点四十五分闻讯,不过当时消息未获证实,老板请已至公司的员工先回家,我们现在正等待有无后续消息,若游击队领袖雷纳多(Alfredo Alves Reinado)确实因此身亡,不知道国内将他视为自由斗士的民众会有何反应。 |
15 | এপ্রিল ২০০৭ এ তা বন্ধ করা হয় তার সাথে আলোচনা করার জন্য। জানানা রিপাব্লিক পরে একটি তাজা খবর দিয়েছেন: | 雷纳多原本是军方高阶将领,后来东帝汶部队裁员六百人后,他就带着一支队伍成为游击队,雷纳多声称军队使用暴力镇压遭裁员的军人与失业青年,因此自 己决定离开军方,他曾于2006年7月26日被捕,不过一个月后逃狱成功,军方曾于2007年初与澳洲部队合作,希望逮捕雷纳多,不过同年4月为与游击队 展开对话,围捕行动便告终止。 |
16 | এখন পর্যন্ত আমরা শুনেছি যে যে. আর. | Xanana Republic当天又更新消息: |
17 | এইচকে (হোসে রামোস হোর্তাকে) দুইবার গুলি করা হয়েছে, যার মধ্যে একটি তার পেটে লেগেছে। | |
18 | দিলিতে আইএসএফ হাসপাতালে হেলিপোর্টে তার অপারেশন হযেছে। তাকে ডারউইনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা হবে। | 目前所知霍塔身中两枪,至少仍有一颗子弹留在腹部,正在迪力直升机机场的ISF医院进行手术,之后应会送往澳洲达尔文(Darwin)做进一步治疗。 |
19 | তার বাড়ির উপর হামলা প্রসঙ্গে; আগে যা ভাবা হয়েছে , মনে হচ্ছে হোসে রামোস হোর্তার সকালের হাটার সময় হামলা করা হয়েছে। ৩০০ মিটার দূরে থাকা এক বন্ধু জানিয়েছে যে ০৬:৫০ থেকে বন্দুকযুদ্ধ হচ্ছিল। | 攻击事件发生在霍塔寓所,正如外界猜测,当时他正在每日固定晨跑,一位住在现场不到300公尺远的朋友表示,枪战发生于早上六点 五十分左右,依据不同的通讯及广播消息,歹徒是从两部驶过的车辆上开枪,东帝汶广播电台报导,雷纳多确实在枪战中身亡,不过他并非歹徒,他受邀前往霍塔的 寓所已达一个星期,攻击事件发生时,雷纳多本来冲出屋外想制止,但遭波及身亡。 |
20 | বিভিন্ন রেডিও সূত্র থেকে মনে হচ্ছে দুটি গাড়ি সামনে থেকে যাওয়ার সময় গুলি করেছে। | |
21 | রেডিও তিমুর লেস্তে জানিয়েছে যে আলফ্রেদো রিনাদো আসলেই গোলাগুলিতে মারা গিয়েছে কিন্তু সে আক্রমণকারী ছিল না বরং যে. | |
22 | আর. এইচ এর বাড়িতে সে অতিথি হিসেবে এক সপ্তাহ ছিল আর হামলার সময় ছুটে বেরিয়ে এসেছিল তা থামানোর জন্য। | 文章内还记录首都迪力当地的最近情况,总统目前身受重伤,正在澳洲达尔文的医院内。 |
23 | এই লেখায় পূর্ব তিমুর এর রাজধানী দিলির পরিস্থিতি নিয়েও লেখা আছে। | |
24 | প্রেসিডেন্ট অষ্ট্রেলিয়ার ডারউইনের একটা হাসপাতালে আছেন, সংকটাপন্ন অবস্থায়। | |