# | ben | zhs |
---|
1 | আলবেনিয়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ধ্বংস নয় | 阿尔巴尼亚拒绝在境内销毁叙利亚化武 |
2 | সম্প্রতি রিপোর্ট করা হয়েছে যে, সিরিয়ার লুকানো রাসায়নিক অস্ত্র আলবেনিয়াতে ধ্বংস করা হবে। | 叙利亚化学武器将在阿尔巴尼亚销毁的消息使阿尔巴尼亚民众十分愤怒,并走上街头抗议。 |
3 | এ খবরে আলবেনিয়ার নাগরিকরা বেশ ক্ষুব্ধ। তারা এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় বেড়িয়ে এসেছে। | 抗议过后,阿尔巴尼亚政府拒绝在境内销毁叙利亚的一千三百公吨沙林毒气、芥子气和其他化学物质的提议。 |
4 | প্রতিবাদের পরপরই আলবেনিয়ার সরকার সিরিয়ার ১ হাজার ৩ শত মেট্রিক টন সারিন, মাস্টারড এবং অন্যান্য অনুঘটক আলবেনিয়াতে ধ্বংস করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। | 阿尔巴尼亚民众透过网路,让更多人听见他们的想法。 |
5 | আলবেনিয়ার ইন্টারনেটবাসীরা অনলাইনে এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। | 11月12日阿尔巴尼亚首都地拉那的环保人士抗议政府计划接受叙利亚化武入境。 |
6 | সিরিয়ার রাসায়নিক অস্ত্র গ্রহনে দেশের পরিকল্পনার প্রতিবাদ জানাতে গত ১২ নভেম্বর তারিখে পরিবেশবাদীরা আলবেনিয়ার রাজধানী শহর তিরানায় সমাবেত হয়। সূত্রঃ পি বি এস নিউজআউয়ার। | 来源:PBS新闻(CC BY 2.0) |
7 | প্রেসিডেন্ট ওবামার কাছে লেখা একটি খোলা চিঠিতে আলবেনিয়া রিলোডেড লিখেছেঃ | Albania Reloaded 在给欧巴马总统的公开信中表示: |
8 | আমি আলবেনিয়ার চরম উদ্বিগ্ন একজন নাগরিক যে লক্ষ লক্ষ আলবেনীয়র মত একটি খবরে মর্মাহত। | 我为阿尔巴尼亚人民担忧,上百万人都对阿萨德政府的致命有毒化武将登陆阿尔巴尼亚的消息感到震惊。 |
9 | খবরটি হচ্ছে, আসাদ সরকারের মারাত্মক বিষাক্ত রাসায়নিক অস্ত্র ভাণ্ডার আলবেনিয়ার তীরে অবতরণ করতে যাচ্ছে। ২৮ হাজার বর্গ কিলোমিটারের এই ছোট অতিরিক্ত জনবহুল দেশটি দরিদ্র পরিকাঠামো সহ অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি, পর্যটন ইত্যাদি প্রতিটি খাতে অগণিত সমস্যায় জর্জরিত। | 对一个面积只有两万八千平方公里、公共建设不足,经济、卫生、教育、环境、农业、观光各方面都有无数问题,超过廿年都在对抗渗入社会各个角落的贪腐和组织犯罪的小国家,在境内销毁化学武器的决定太毒了。 |
10 | আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সংগঠিত অপরাধ। | 若是真这样决定,无疑会对阿尔巴尼亚人民和接下来子子孙孙造成致命影响。 |
11 | গত দুই দশক ধরে আমারা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছি। আলবেনিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত হবে খুবই ভয়ংকর। | Robert Kyriakides 在他的部落格文章〈不要在我家后院 -- 阿尔巴尼亚销毁叙利亚化武〉中解释这件事: |
12 | এই সম্ভাব্য সিদ্ধান্ত আলবেনীয়দের জীবন এবং তাঁদের অনাগত প্রজন্মের উপর প্রশ্নাতীতভাবে মারাত্মক প্রভাব ফেলবে। | Source: Friends of Syria on WordPress. |
13 | রবার্ট কাইরিয়াকিদেস তার ব্লগে বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমার উঠানে নয় - আলবেনিয়ায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র অন্তক: সূত্রঃ ওয়ার্ডপ্রেসে সিরিয়ার বন্ধুরা। | Used under CC By 2.0 |
14 | সিসি বাই ২. | 最近我们不太常听到叙利亚的消息了。 |
15 | ০ এর অধীনে ব্যবহৃত এই দিনগুলোতে সিরিয়া সম্পর্কে আমরা বেশি কিছু শুনতে পাইনি। | 似乎叙利亚同意解除化武后,也同时解除了西方民主世界的干预,他们不再轰炸,不再在叙利亚和朋友们自己造成的破坏和死亡上雪上加霜。 |
16 | এর অর্থ হচ্ছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের চুক্তি পাশ্চাত্য গণতন্ত্র দ্বারা তাঁদের উপর হস্তক্ষেপের হুমকি দূর করে দিয়েছে। | 校对:Fen |
17 | তাঁরা এখন সিরিয়ায় বোমা নিক্ষেপ করবে না এবং তাদের বন্ধুদের কাছ থেকে সামান্য সাহায্য নিয়ে ধ্বংস ও মৃত্যু দিয়ে তাঁরা তাদের নিজের ধ্বংস ডেকে আনবে যেটি সিরিয়ানরা নিজেদের উপর আরোপ করেছিল। | |