# | ben | zhs |
---|
1 | পরিবেশ: পানি নিয়ে রাজনীতি আর বিরোধ | 非洲:用水危机与渔业争议 |
2 | আফ্রিকার ব্লগাররা পানি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরছেন: যেমন দক্ষিণ আফ্রিকার রাজনীতি পানির মানের এক বিশেষজ্ঞকে পদচ্যুত করেছে, পানি সংগ্রহ আর পরিষ্কারের নতুন যন্ত্র ব্যবহার আর পূর্ব আফ্রিকার লেক অঞ্চলে ‘মাছের জন্য কাড়াকাড়ি'। | |
3 | ফ্লিকারে জুলিয়েন হার্নিসের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রকাশিত ছবি আমরা দক্ষিণ আফ্রিকা দিয়ে শুরু করি যেখানে আরবানস্প্রাউট ব্লগ তুলে ধরেছে ড: এন্থোনী টার্টন এর সাময়িক বরখাস্তের ঘটনাটি। | 非洲博客聚焦水资源相关议题,从南非政治角力导致水质专家遭停职、新集水与净水装置、到东非湖区「鱼群争夺」。 |
4 | ডঃ টার্টন একজন গবেষক যিনি প্রস্তুত ছিলেন “বিজ্ঞান: বাস্তব এবং প্রাসঙ্গিক” শীর্ষক কনফারেন্সে একটি প্রতিবেদন পাঠে। | 照片来自Julien Harneis,依创用CC授权使用 |
5 | তাকে এটা থেকে বিরত করা হয়, আর পরে বিজ্ঞান আর শিল্প সংক্রান্ত গবেষণা কাউন্সিল (সিএসআইআর) থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ব্লগার বরখাস্তের কারন সম্পর্কে তার ধারণা এবং যা সিএসআইআর জানিয়েছে তাও তুলে ধরেছেন, কিন্তু তিনি ড: টার্টনের পেপারের বিষয়বস্তুও খতিয়ে দেখেছেন [পিডিএফ হিসাবে আছে environment.co.za সাইটে] আর লক্ষ্য করেছেন… | 首先是来自南非的Urbansprout指出,Anthony Turton博士遭到停职,他先前准备在普雷托利亚省(Pretoria)的「科学真实与相关」研讨会上报告,后来却遭禁止出席,之后更遭「科学与工业研究委员会」停职。 |
6 | ড: টার্টনের প্রতিবেদনে দেখলাম সংক্ষিপ্তভাবে তিনি তর্ক করেছেন যে নব্বুইয়ের দশকের প্রথম ভাগ থেকে দেশে বিজ্ঞান, প্রকৌশল আর প্রয়ুক্তিতে বিনিয়োগের অভাব আছে। | Urbansprout列出该委员会公布的停职理由,但也浏览这位博士的报告内容(PDF档),认为… |
7 | গুরুত্বপূর্ণ গবেষণা প্রকপ্ল বাদ দেয়া আর চুক্তি ভিত্তিক আয়ের মডেলের দিকে ঝুঁকে পড়া একটা ‘বিপর্যয়ী ফল' তৈরি করেছে আমাদের জাতীয় বৈজ্ঞানিক ক্ষমতার উপর যার মাধ্যমে আমাদের পানির মান যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তার মোকাবেলা সম্ভব নয়। | |
8 | এরপরে আছে বিজ্ঞানীদের তাদের গবেষণালব্ধ জিনিষ তুলে ধরার শিক্ষাগত স্বাধীনতা প্রসঙ্গ। আরবানস্প্রাউট একজন বিজ্ঞান সাংবাদিকের কথা উদ্ধৃত করেছেন যিনি ড: টার্টনের সাময়িক বরখাস্তের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন: | 大略看过博士的报告,其中表示自九零年代初期以来科学、工程与技术投资不足,终止重要研究计划,以及改用合约聘雇模式,对国家处理水质问题的科技能力,造成「犹如大灾难的影响」。 |
9 | বিজ্ঞান সাংবাদিক আর ভুতপূর্ব স্টেলেনবশ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার প্রধান ডঃ জর্জ ক্লাসেন একমত হয়েছেন যে সিএসআইআর কর্তৃক প্রতিবেদন পাঠকে থামিয়ে দেয়া ‘সম্পূর্ণ লজ্জ্বার' একটা বিষয় হয়েছে। | |
10 | “এটা শিক্ষাগত স্বাধীনতা আর বিজ্ঞানীদের তাদের প্রাপ্তির ফলাফল জানানোর স্বাধীনতার উপর গুরুতর হস্তক্ষেপ, যদিও আমাদের দৃষ্টিতে এইসব ফলাফল যতই খারাপ হোক না কেন”, উনি মন্তব্য করেছেন। | |
11 | ক্লাসেন জানিয়েছেন যে সংবিধানের ১৬ নং ধারা অনুসারে শিক্ষাগত আর গবেষণার স্বাধীনতা সংরক্ষিত আছে, যেখানে বলা আছে যে প্রত্যেকের অভিব্যক্তির স্বাধীনতা আছে, যার মধ্যে শিক্ষাগত আর বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতাও আছে। | |
12 | আরবানস্প্রাউট লিঙ্ক দিয়েছেন ড: টার্টনের সমর্থনে একটি অনলাইন পিটিশনের জন্য আর শেষ করেছেন এই বলে: | 这项问题也关系到科学家是否拥有发表研究成果的学术自由,Urbansprout引述一位科学记者对博士遭停职后的反应: |
13 | ড: টার্টনের প্রতিবেদন তুলে ধরেছিল যে দক্ষিণ আফ্রিকা পানি সরবরাহ আর পানির গুণগত মান নিয়ে একটা সংকটের দিকে যাচ্ছে যা খারাপভাবে দেশের অথনৈতিক সমৃদ্ধি আর উন্নয়নে প্রভাব ফেলতে পারে, আর তার সাথে সামাজিক অবিশ্বাস সৃষ্টি হতে পারে। | |
14 | এই খবর দক্ষিণ আফ্রিকা বিদ্যুত খাতের সমস্যার মত পানি সংকটের সম্মুখীন হচ্ছে না সাম্প্রতিক সরকারের এমন আশ্বাস এর সাথে প্রবল বৈষম্য তৈরি করছে। আরবানস্প্রাউট পূর্বের একটি পোস্টে দক্ষিণ আফ্রিকার পানি সংকটের উপর আরো বেশী তথ্য দিয়েছে, যেখানে মিউনিসিপাল ট্রিটমেন্ট কাজের বর্জ নর্দমার চুয়ানো পানি নদীতে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়ছে। | 科学记者前Stellenbosch大学新闻系前系主任George Claassen认为,「科学与工业研究委员会」抽掉报告「肯定是一大耻辱」:「无论研究结果好坏,此事已严重打击学术自由与学者发表成果的权利」,他另指出,宪法第16条明文保障学术与研究自由,强调人人皆有言论自由,包括学术自由与科学研究自由。 |
15 | নদীর পানি স্থানীয় কলের পানি হিসেবে ব্যবহার করা হয়। | Urbansprout更提到网络联署支持这位博士的连结,他的结论是: |
16 | বিএলডিজি ব্লগে একটা নবউদ্ভাবিত পানির মিল (ওয়াটারমিল) সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এই যন্ত্র ‘তিনটি লাইটের বাল্বের সমান বিদ্যুত খরচ করে বাতাস থেকে জলীয় বাষ্পকে ঘনীভূত করে বিশুদ্ধ করে খাবার পানিতে পরিনত করতে পারে'। | Turton博士的报告指出,南非正面临水源供应与水质危机,可能危及经济成长与国家发展,更会导致社会动乱,对比政府最近保证,先前历经电力供应危机的南非不会爆发用水危机,两者南辕北辙。 |
17 | কার্বন স্মার্ট ব্লগের রোরি বিএলডিজির পোস্টটি লিঙ্ক করেছেন আর ভাবছেন যে এই পানির মিলের মতো ‘মাইক্রো কৌশল' শহরের জন্য এটা বিশুদ্ধ পানির উৎস হতে পারে কিনা। | Urbansprout先前文章提供更多关于南非用水危机的讯息,例如污水从地方处理厂渗入河川,影响当地自来水系统。 |
18 | তিনি লিখেছেন: পানির মিল নিয়ে আলোচনা- এটি একটা স্বল্প মাত্রার ডিহিউমিডিফায়ার যা বাতাস থেকে পানি সংগ্রহ করে পরিষ্কার করে। - এটি সম্ভাবনা সৃষ্টি করে যে শুধুমাত্র কতোটুকু খাওয়ার পানি বাতাস থেকে আসবে এমন ভাবনাই না, বরং এই রকম স্বল্প এনার্জির হাজার হাজার যন্ত্র স্থাপন করে শহরের শুষ্ক আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন করা যাবে কিনা সেটাও। | BLDG博客最近提到一种叫做「水磨坊」的装置,「使用约三个电灯泡的电力,就能压缩空气中的湿气,并净化为可饮用的水」;Carbon Smart博客的Rory除连结至BLDG的文章外,并思考像「水磨坊」这样的「微装置」,是否可能做为提供都会区洁净饮用水的方式: |
19 | আমরা কি বেশ কয়েকটা শক্তি নি:শেষ করা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বাতিল করে আমাদের পরিবেশকে আরো আরামদায়ক করতে পারি আরো ভালো গৃহ নির্মান ডিজাইন, সঠিক পোশাক, জমি চাষ আর বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কমিয়ে হাজার হাজার পানির মিল ব্যবহার করে? | |
20 | পূর্ব আফ্রিকায়, কেনিয়ার ব্লগ কেনভিরোনিউজ নামলা মাথশান্ডার একটি লেখা তুলে ধরেছে আফ্রিকার নিরাপত্তা বিশ্লেষণ প্রোগ্রামের উপর। এখানে লেক ভিক্টোরিয়ার মিগিঙ্গো দীপ নিয়ে যে বিরোধ তা আলোচনা করা হয়েছে যা উগান্ডা আর কেনিয়া দুই দেশই দাবি করে। | 「水磨坊」是具小型除湿机,收集并净化空气中的水分,不仅让人们思考有多少饮用水可来自空气中,也好奇能否安装数千个低能源用量装置,大幅改变都会微气候,我们是否透过改善建筑设计、适当衣着、植栽,再加上数千个「水磨坊」压低周遭湿度,让环境更舒适怡人? |
21 | লেখাটা সাবধান করেছে: লেক ভিক্টোরিয়ায় কথিত ‘মাছের জন্য কাড়াকাড়ি' লেকের ধারের দেশের মধ্যে বিরোধের কারনে পরিণত হচ্ছে আর আঞ্চলিক স্থায়ীত্বের জন্য হুমকি হতে পারে। | 东非肯尼亚博客Kenvironews提到「非洲安全分析计划」Namhla Matshanda的文章,关注乌干达与肯尼亚在维多利亚湖Migingo岛的冲突,文中警告: |
22 | গত মাসেই লেকের চারপাশে বেশ কিছু ঘটনা ঘটেছে যা উগান্ডা, তাঞ্জানিয়া আর কেনিয়ার মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন এটা পরিষ্কার যে সংঘাতের মূল কারন হলো লেক ভিক্টোরিয়া ভাগ করে তিন দেশের মধ্যে পরিষ্কার সীমানা চিহ্নিতকরনের অভাব। | 所谓维多利亚湖「鱼群争夺」演变为湖畔各国的冲突,更可能危及区域稳定,光是过去一个月便发生多起案件,使乌干达、坦桑尼亚与肯尼亚关系愈来愈紧绷,主因很明显是共享湖泊的三国未划定明确界线。 |
23 | ২০০৩ থেকে ‘সাধারণ সীমানা বেআাইনিভাবে পার হওয়ার জন্য' তাঞ্জানিয়া বা উগান্ডার কতৃপক্ষ দ্বেশ কয়েকজন কেনিয়ান জেলেকে আটক করেছে আর তাদের নৌকা আর মাছ ধরার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায় প্রায় ৪০০ জন কেনিয়ার জেলেকে মিগিঙ্গো দীপ থেকে উগান্ডার কর্তৃপক্ষ বের করে দেয়। | 自2003年起,坦桑尼亚或乌干达政府以「非法越界」为由,先后逮捕多名肯尼亚渔民,并没收船只及装备,最新事件为乌干达政府在Migingo岛驱赶约400位肯尼亚渔民,乌肯两国均宣称拥有该岛,对原已紧张的两国关系无异于火上添油,肯尼亚渔民要求政府介入,甚至扬言采取暴力途径。 |
24 | এই ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কে আরো ফাটল দেখা দিয়েছে। | 校对:Soup |
25 | কেনিয়ার জেলেরা তাদের রাজনৈতিক নেতাদেরকে হস্তক্ষেপ করার জন্য আবেদন করেছে, তাদের মধ্যে কেউ কেউ সংঘর্ষের ভয়ও দেখিয়েছে। | |