# | ben | zhs |
---|
1 | মালাগাসি ভাষায় গ্লোবাল ভয়েসের পথ চলা শুরু | |
2 | মালাগাসির নাম করা সঙীত দল মাহালেও এর একটা গান সেরাসেরা. | |
3 | অর্গ ব্লগে দেয়া হয়েছেঃ | |
4 | “Aoka aho, Mba ho tompon-tsafidy, Mba tsy havela hihidy, Ty vavako miteny” rahafahafahana, Mahaleo. | |
5 | (Mg) “ আমাকে আমার পছন্দের স্বাধীনতা দাও, | 马达加斯加:马拉加西语和翻译计划 |
6 | আমার মুখের কথাকে থামিয়ে দিও না” - স্বাধীনতা গানটি মাহালেও দলের লেখা। | serasera.org 网站上张贴一首马拉加西语重要乐团Mahaleo的歌曲[mg]: |
7 | এখান থেকে দেখা যাচ্ছে যে মালাগাসি ভাষার প্রকাশ ধরন বেশ ধারালো। | |
8 | কাবারে বা দীর্ঘ বক্তৃতা যে কোন গুরুত্বপুর্ণ পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের আগে দেয়া হয়। | |
9 | অর্থনীতির কারনে বিশ্ব দরবারে যদিও ইংরেজী আর ফরাসি ভাষার প্রয়োগ বেড়েছে কিন্তু মাদাগাস্কারের মুল পরিচয় তাদের মালাগাসি ভাষাকে কেন্দ্র করে। সমাজ বিজ্ঞানীরা প্রায়ই আলোচনা করেন যে নতুন প্রজন্মের কাছে মালাগাসিতে কথা বলার ইচ্ছা কমে গেছে। | “Aoka aho, Mba ho tompon-tsafidy, Mba tsy havela hihidy, Ty vavako miteny” rahafahafahana, Mahaleo. |
10 | মালাগাসি লেখক মিশেল রাকোটোসন জানিয়েছেনঃ | (Mg) |
11 | আমি ভাবছিলাম যে আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের কোন বিভেদ হবে কিনা। | |
12 | তারা ইন্টারনেট, পার্টি আর খেলাধুলা বেশি পছন্দ করে। | “让我拥有选择自由,别让口中之语被迫静默。” |
13 | আর মালাগাসি ভাষা আক্ষরিক অর্থেই প্রাচীনদের ভাষা , এটি বর্তমান বাবা-মা বা বাচ্চাদের ভাষা না। | |
14 | ১ কোটি ৭০ লক্ষ লোক মালাগাসি ভাষাতে কথা বলে। | --《自由》/ Mahaleo |
15 | সেই হিসাবে মালাগাসি পৃথিবীর ৫৫তম বেশি বলা ভাষা কিন্তু এটি এখনও ৬৯ ম্যাক্রোভাষার মধ্যে একটি। একটি কম বলা ভাষাকে সংরক্ষন করার কারন এটি কতজন বলে তার উপর নির্ভরশীল না হয়ে এটি যে ইতিহাস বহন করে সেজন্যেই হয়ে থাকে। | 如歌词所言,马拉加西语拥有悠久的口语表达传统,在重要家族或社交场合内,总会以马拉加西语发表演说,但由于经济压力的影响,让英语及法语等强势语 言愈来愈普及,让马拉加西语成为马达加斯加认同便是重要关键,社会学家也很忧心,年轻人对马拉加西语的兴趣与学习愈来愈低,马拉加西语作家Michèle Rakotoson指出[fr]: |
16 | কখনো কখনো গোত্রান্তরে বিভক্ত মালাগাসি জাতির জন্য এই ভাষা একত্রে থাকার একটা মাধ্যম। | 我们与所谓的“第二世代”会不会出现断层? |
17 | মালাগাসি সংস্কৃতির অন্যন্য দিকগুলোর মতো এটি মালাগাসি জাতির আলাদা উৎসের কথা বলে। | 他们更热衷于网路、派对和运动,他们虽然尊敬马拉加西语是种“祖先的语言”,但亲子之间并不会以这种语言交谈。 |
18 | আসলেই মালাগাসি ভাষা হচ্ছে মালায়সো- পলিনেশিয়ান গোষ্ঠির কিন্তু এটিকে বান্টু, আরাবিক, ফরাসি আর ইংরেজি শব্দের অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নত করা হয়েছে। | |
19 | এই ভাষা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যখন মাদাগাস্কার ফ্রান্স থেকে স্বাধীনতা চেয়েছে। সরকারের তরফ থেকে প্রথম রুলিং ছিল শিক্ষা মাধ্যমে মালাগাসিকে একটি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা। | 今日马拉加西语人口为1700万,就人口数在全球排名第55名,仍是全球前69大语言之一,保护与推广弱势语言的重点不在于人口数,而是在于其后所背负的历史,对于种族多元的马达加斯加而言,马拉加西语是团结的主要像征,亦展现人口与文化的多元特色,这项语言源于马来-玻里尼西亚语系,也受到班图语、斯华西里语、阿拉伯语、法语及英语的影响。 |
20 | তাই এখন পূর্বে শোনা যায়নি এমন কন্ঠগুলোকে তুলে ধরার লক্ষ্যে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদানের লক্ষ্যে গ্লোবাল ভয়েসেস মালাগাসি লিঙুয়া প্রোজেক্ট তৈরি করা হয়েছে। | |
21 | লিঙ্গুয়া গ্লোবাল ভয়েসেস ট্রান্সলেশান প্রোজেক্ট এ বলা হয়েছেঃ | 当年马达加斯加欲脱离法国独立时,马拉加西语亦扮演重要角色,政府当时便将这项语言列为教育教学语言。 |
22 | “এটা ইংরেজী বলে না এমন লেখক ও পাঠকদের সাথে যোগাযোগের রাস্তা খুলে দেবে। বিশেষ করে ভাষা অনুবাদকরা বিশ্বে সেতুবন্ধন রচনা করছে এবং ব্লগারদের কথা প্রচারে সাহায্য করছে।” | 因此为触及过往“未被听见的声音”,也为了推广文化之间的互动,我们成立了“全球之声马拉加西语翻译计划”,正如全球之声翻译计划宗旨所言: |
23 | আমরা মনে করি গ্লোবাল ভয়েসের আউটরিচ প্রোগ্রাম রাইসিং ভয়েসেস এর ধারনার সাথেও এটার মিল আছে, যার | 希望开启非英语博客的沟通管道,翻译者正为世界搭起桥梁,为世界发声。 |
24 | “লক্ষ্য হচ্ছে নতুন কন্ঠ, নতুন কমিউনিটি এবং নতুন ভাষাভাষীদেরকে কথপকথনকে ওয়েবের আলাপে আনার চেষ্টা করা” | 我们相信这也是全球之声发声计划的精神: |
25 | মালাগাসিতে গ্লোবাল ভয়েসেস পড়ে মালাগাসি ভাষীরা হয়তো তাদের গল্প শোনাতে আগ্রহী হতে পারে। | 企图为新社群发出新声音,并让新语言进入对话平台之中。 |
26 | গ্লোবাল ভয়েসেস এর লেখক মিয়ালি আর গ্লোবাল ভয়েসেস লিঙুয়া সম্পাদক এলিস বেকারের মধ্যে আলোচনার ফলে গ্লোবাল ভয়েসেস মালাগাসি লিঙুয়া প্রজেক্ট এর উদ্ভব হয়েছে আর। | |
27 | এর গুরুত্ব মালাগাসি ব্লগাররা উপলব্ধি করতে পেরেছে এবং তাই তারা স্বেচ্ছাসেবী হয়ে অনুবাদ করছে। | 如果能马拉加西语读者以自己的语言阅读全球之声,或许能让他们更愿意诉说自己的故事。 |
28 | ইতিমধ্যে অনুবাদ করছেন জেন্টিলিসা, হেরি, হারিনিয়াকা, জোয়ান; আর অন্যান্যরা হয়তো শীঘ্রি যোগ দেবে। আমরা মাদাগাস্কারের স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকল্পটির প্রচার করছি। | 在全球之声作者Mialy与编辑Alice Backer的讨论下,全球之声马拉加西语翻译计划正式诞生,也有许多马拉加西语博客积极贡献,例如Jentilisa、Henry、Harinjaka、Joan等,未来还有更多人会加入,我们也正与马达加斯加本地的报纸洽谈,希望能够拓展这项计划的能见度。 |
29 | -লোভা রক্তমালালা | |