Sentence alignment for gv-ben-20100226-9697.xml (html) - gv-zhs-20100225-4726.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র: চেরোকি আদিবাসীরা পবিত্র টিলার জন্য লড়ছেন美国:切罗基原住民为圣地而战
2উত্তর ক্যারোলিনার স্থানীয় চেরোকি আমেরিকান আদিবাসীরা সম্প্রতি একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে লড়ছেন এবং তারা বলছেন যে এই স্থাপনা কিতুওয়ার আত্মিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
3বিশ্বাস করা হয় যে ঈশ্বর চেরোকিদের কিতুয়ওয়া নামের এই পবিত্র টিলাতে তাদের নীতিমালা আর প্রথম আগুন দিয়েছিলেন এবং এটা প্রায় ১০,০০০ বছর ধরে টিকে আছে।现居美国北卡罗莱纳州的切罗基原住民(Cherokee)正在反对兴建电塔,表示位址将侵入他们的圣地Kituwah,切罗基人相当重视这座神圣山丘,相传天神就在此赋予他们法律及第一把火,此后流传近万年。
4টিলাটি ১৭০ ফুট বিস্তৃত আর পাঁচ ফুট উঁচু।这座山丘直径宽170英尺、高五英尺。
5যদিও আদিবাসী স্মৃতিগুলো- মানুষ আর সাংস্কৃতিক উভয়ই- যুক্তরাষ্ট্রে সংরক্ষিত হয় ১৯৯০ এর আমেরিকান আদিবাসীদের কবর নিরাপত্তা আর রিপ্যাট্রিয়েশন অ্যাক্ট দ্বারা, বিভিন্ন পবিত্র মাটির স্তূপ বা টিলা এখনো আমেরিকান আদিবাসীদের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
6চেরোকিরা টিলাটিকে সংরক্ষিত করার চেষ্টা করছে ফেসবুকে ২০০০ এরও বেশী “সেভ কিতুওয়া‘ ভক্তের মাধ্যমে। ফেসবুক গ্রুপে কিতুওয়ার ছবি পোস্ট করেছেন রেড গ্রাইফোন虽然依据1990年通过的「原住民墓地保护与返还法」,美国境内原住民遗族与文化遗物均受保护,但在原住民眼中,许多山丘等圣地仍受到破坏。
7জেনারেল চেরোকি রিজারভেশনের সহকারী এটর্নি জেনারেল হান্নাহ স্মিথ ডিউক এনার্জিকে একটা ইমেইল পাঠিয়েছেন।这场抗争在Facebook群组「SAVE KITUWAH」上已吸引逾2000名支持者。
8এটা ইনস্টিটিউট অফ সাউদার্ন স্টাডিজ এর ওয়েবসাইট ফেসিং সাউথে পোস্ট করা হয়েছে।Kituwah山丘照片由Red Gryphon张贴于Facebook群组
9তিনি ইস্টার্ন ব্যান্ড চেরোকিরা ১৯৯৬ সালে যে স্থান কিনেছে সেটা সংরক্ষণের প্রচেষ্টা ব্যাখ্যা করেছেন: আমি যেমন বুঝতে পারি ক্ষমতার প্রযোজন আর জানি যে পরিবর্তন অগ্রগতির সাথে আসে, আমি আমার ইচ্ছা যতদূর সম্ভব ব্যাখ্যা করেছি যাতে ডিউক এনার্জী যতদূর সম্ভব তাদের বিশাল নির্মান কাজের ফলে কিতুওয়াতে চেরোকিরা ভ্রমণে যে অনুভূতি পান তার দৃশ্যত: বেশী ক্ষতি না করেন।切罗基保护区的助理检察总长Hannah Smith致函给Duke Energy电力公司,在「南方研究院」网站Facing South上,她提到切罗基人于1996年购回这块土地后,为守卫这个区域所做的努力:
10আমি একটা তুলনা ব্যবহার করেছি কিতুওয়ার এই দৃশ্যের উপরে প্রভাব ব্যাখ্যা করার জন্য যার ফলে তারা ভালো বুঝতে পারবেন যে কি করে আমি (আর বেশীরভাগ চেরোকি) ক্ষতিগ্রস্ত হব। আমি বলেছি যে এই কুৎসিত ব্যবসায়িক ‘চক্ষু শূল' আমাদের পবিত্র আর প্রাচীন মাতৃভূমির কাছে নির্মান করা ঠিক বিশাল ক্যাথেড্রাল (যেমন রোমে সেন্ট পির্টাস ব্যাসিলিকার) পাশে বিদ্যুত সাবস্টেশন নির্মানের মতো হবে।我明白民众有电力需求,也瞭解改变会随进步而来,但我向Duke Power公司说明,希望切罗基人前往Kituwah山丘时,电塔结构所造成的视觉冲击能尽量降低,我使用比喻的方式,希望让电力公司更加明白,我和多数 切罗基人将因电塔受到的影响,我写道,在如此靠近圣地之处树立这座不吸引人的工业设施,就好像在罗马圣彼得大教堂隔壁建立变电所,切罗基文化很重视 Kituwah山丘及其不受破坏的美丽,一如世上多数民众珍惜圣彼得大教堂,以及它做为古老敬拜之处的功能。
11চেরোকি সংস্কৃতি কিতুওয়া স্থানের মূল্য দেয় আর এর ক্ষতিগ্রস্ত সৌন্দর্যের যা বাকি আছে যেমন বেশীরভাগ বিশ্ব সেন্ট পির্টাসের বিশেষ সৌন্দর্য আর প্রাচীন উপাসনার স্থানের মূল্য দেয়। যদি চেরোকিরা ডিউক এনার্জিকে নির্মান কাজ থামাতে উদ্বুদ্ধ করতে পারে, এটা এই বছরে তাদের দ্বিতীয় বিজয় হবে।若切罗基人能说服Duke Energy停止兴建工程,将是他们今年第二度成功案例,Save the Sacred Sites博客指出,2010年1月时,国防部在调查完成之前,暂时停止Iolta地区机场兴建案,当地是切罗基人在北卡罗莱纳州的古村落及墓园,不过Facing South网站提到,其他原住民遗址则没这么幸运:
12সেভ দ্যা স্যাক্রেড সাইটস ব্লগ অনুসারে ২০১০ সালের জানুয়ারী মাসে পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা বিমানবন্দরের নির্মান কাজ বন্ধ করে দেয় উত্তর ক্যারোলিনার আওল্টাতে, যেখানে প্রাচীন চেরোকি গ্রাম আর সমাধি স্থান আছে।
13কিন্তু অন্যান্য আমেরিকান আদিবাসী স্থাপনাগুলো এতো ভাগ্যবান ছিলনা, যার সারসংক্ষেপ দিয়েছে ফেসিং সাউথ:去年阿拉巴马州牛津地区附近,有座山丘沦为一座俱乐部兴建案的废土倾倒场,当地另一个原住民山丘最近因为兴建多功能运动场而消失。
14গত বছর অক্সর্ফোডের কাছে একটা টিলা, আলাকে ব্যবহার করা হয়েছিল ময়লা দিয়ে ভরাট করে স্যামের ক্লাব তৈরি করতে, আর অক্সফোর্ড এলাকায় সম্প্রতি আর একটা ঢিবি পাওয়া যায় যা মিউনিসিপাল খেলার কমপ্লেক্স তৈরির সময় গায়েব হয়ে যায়।
15১৯৯০ এর শেষের দিকে , ন্যাশভিলে ইন্ডিয়ানদের একটা সমাধিস্থল তেনকে ওয়ালমার্ট সুপারসেন্টার তৈরির জন্য ভেঙ্গে ফেলা হয়, আর ওই শহরের কুম্বারল্যান্ড নদী এলাকায় আদিবাসী ইন্ডিয়ানদের আর একটা সমাধিস্থল টেনেসি টাইটান্স জাতীয় ফুটবল লিগ দলের জন্য স্টেডিয়াম নির্মানের সময় ক্ষতিগ্রস্ত হয়। আর জর্জিয়া চার লেনের একটা মহাসড়ক নির্মান করছে ওক্মুল্গি জাতীয় মনুমেন্টের কাছে, মুস্কোগি (ক্রিক) মানুষদের কাছে যা খুবই গুরুত্বপূর্ণ স্থান।一九九零年代末期,田纳西州Nashville地区一座原住民墓地遭废弃,改建为超大沃尔玛百货,当地Cumberland河沿岸另一座原住民墓地 也受到 破坏,因为要兴建田纳西泰坦人美式足球队的运动场;乔治亚州的Ocmulgee国家纪念碑附近,正在开辟四线道高速公路,这块地方对于Muscogee原 住民意义重大。
16কুতাওয়ার আরও ছবি পাওয়া যাবে এখানে আর এখানে।校对:Soup