# | ben | zhs |
---|
1 | সুপার পাওয়ার: বিবিসি আর গ্লোবাল ভয়েসেস | SuperPower:英国广播公司与全球之声 |
2 | আমি আনন্দের সাথে ঘোষণা করছি বিবিসি নিউজ আর গ্লোবাল ভয়েসেস এর মধ্যকার একটি যৌথ সহযোগিতার বাস্তবায়ন যা বিবিসির সুপার পাওয়ার সিজনের অংশ হিসাবে আজ, ৮ই মার্চ শুরু হয়েছে। | |
3 | গত বছর বেশ নজরকাড়া বিষয় ছিল মূল ধারার মিডিয়া আর নাগরিক সাংবাদিকতার মধ্যকার বাড়তে থাকা যোগাযোগগুলোর কার্যে পরিণত হওয়া। | |
4 | মুম্বাই, মলডোভা, ইরান, হাইতি আর এখন চিলিতে অনুষ্ঠান মাত্র কয়েকটা উদাহরণ যেখানে বিশ্ব আগ্রহী হয়েছে দুর্যোগ বা সমস্যা কবলিত নাগরিকদের সাথে দ্রুত আর সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য। | |
5 | এই নাগরিকদের ব্লগ, টুইটার আর মোবাইল ফোন অনেক বছর ধরে থাকতে পারে, কিন্তু মাত্র গত বছরে মূল ধারার মিডিয়া নাগরিক মিডিয়ার ভাষ্যকে সংবাদ রিপোর্টিং এর অংশ হিসাবে গ্রহন করার ঘটনা দেখা গেছে। | |
6 | পাঁচ বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট আর সোসাইটিতে যখন গ্লোবাল ভয়েসেস জন্ম নেয়, এই কার্যক্রম উন্নয়নশীল আর ইংরেজী না বলা দেশের নাগরিকদের উপরে জোর দিয়েছিল যারা ব্লগ ব্যবহার শুরু করেছিলেন বিভিন্ন দেশের সংস্কৃতি আর মানুষের মধ্যে সেতু বন্ধনের জন্য। | |
7 | চীনের অভিবাসীদের অনলাইনে লেখা পড়ে আর ভাষান্তর করে কি পাওয়া যাবে? আরব নারীদের ব্লগ পড়ে কি লাভ হবে? | 我很荣幸在此宣布,全球之声与英国广播公司(BBC)新闻部合作,推出「超级强权季」。 |
8 | আর কি করে গ্লোবাল ভয়েসেস মূল ধারার মিডিয়াকে অনুপ্রাণিত করতে পারে যাতে বুদ্ধিমান আর স্থানীয়ভাবে সমাদৃত ব্লগারদের তাদের নিজেদের রিপোর্টিং এর মূল্য আর লাভ সম্পর্কে জানান যায়? | |
9 | এইসব বছরব্যাপী আমরা গ্লোবাল ভয়েসেস এ রয়টার্স, বিবিসি, সিএনএন, ইটালির লা স্ট্যাম্পা আর অন্যান্যদের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তুলেছি। একই সময়ে ইন্টারনেটের সংযোগ সুবিধা এতো বেড়ে গেছে যে এটা সচেতনতা আর অংশগ্রহনের উচ্চসীমায় পৌঁছে গেছে বিশ্বের অনেক দেশে। | 过去一年来,主流媒体与公民媒体互动令人大开眼界,发生在印度、摩尔多瓦、伊朗、海地及智利的事件中,世界渴望立即且直接与危机当地民众联系,这些民众或许已使用博客、Twitter及手机多年,但直到过去一年间,主流媒体才将公民媒体内容纳入新闻报导之中。 |
10 | যেসব দেশে কয়েক বছর আগে ব্লগের সংখ্যা হাতে গোনা যেত, এখন সেখানে হাজার হাজার নাগরিক টাইপ করে যাচ্ছেন, তাদের নিজেদের কথা বলছেন আর তাদের চারপাশের বিশ্বকে নথিভুক্ত করছেন। | 全球之声五年前在美国哈佛大学柏克曼网络与社会中心成 立时,便专注于开发中国家及非英语世界民众,他们开始透过博客,建立与不同国家及文化人民的桥梁,阅读并翻译中国网络异议份子的文字,能让我们学到什 么? |
11 | এর ফলে জীবন আর সমাজ পাল্টিয়ে গেছে। | 阅读阿拉伯女性博客又能获得什么? |
12 | সামষ্টিকভাবে ইন্টারনেট গতানুগতিক প্রচার মাধ্যমের অনেক কাজের নীতির ধ্বস নামিয়েছে। | 全球之声又该如何鼓励主流媒体,让他们瞭解若引述当地知名博客的报导,有其益处及价值? |
13 | এটি তৈরি করেছে সামাজিক আর রাজনৈতিক যোগাযোগ, অনেকগুলো বিভিন্ন মাত্রার প্লাটফর্ম তৈরি করেছে যেখানে মানুষ কথা বলতে, অংশগ্রহন করতে আর কোন লক্ষ্যে সংগঠিত হতে পারেন। | |
14 | গ্লোবাল ভয়েসেসে আমরা লাগাতার চেষ্টা করেছি এইসব নতুন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নতুন পন্থা খুঁজে বের করতে এবং নতুন প্লাটর্ফম তৈরি করার প্রচেষ্টায় আছি আমরা যেখানে তুলে ধরা হবে যে বিশ্বের নাগরিকরা কিভাবে তাদের নিজেদের ভাষায় যোগাযোগ করছেন। আমাদের একটা ভার্চুয়াল, তৃণমূল পর্যায়ের সংবাদ কক্ষ আছে যা ২০০র বেশী গুণী মানুষ (ব্লগার) দিয়ে তৈরি যারা লিখছেন সেইসব দেশ থেকে যাদের সংবাদ খুব কম শোনা যায়। | 多年来,全球之声与许多组织密切合作往来,例如路透社、BBC、CNN、义大利《La Stampa》等, 与此同时,网络普及率也跨越一个门槛,让世界多数国家能够投入参与,不过几年前,有些国家的博客屈指可数,如今已有无数民众透过网络,向世界倾诉他们的 故事与周遭环境,生活与社群均因此改观。 |
15 | ২০০৯ সালের জুন মাসে যখন আমি প্রথম বিবিসি নিউজ ওয়েবসাইটের সম্পাদক স্টিভ হারমানের সাথে দেখা করি, আমরা আলোচনা করেছিলাম যে একসাথে আমরা বিশ্বব্যাপী নাগরিক মিডিয়ার ভূমিকা আর প্রভাব নিয়ে গবেষণা করতে পারি, বিশেষ করে স্থানীয় দৃষ্টিভঙ্গী কিভাবে বিশ্বের সংবাদের উপরে প্রভাব ফেলতে পারে এটার উপরে জোর দিয়ে। | |
16 | তারপর থেকে আমরা মূলধারার মিডিয়াকে দেখেছি বড় ধরনের বিরোধ যেমন ইরানের সংঘাতগুলো নাগরিকদের দৃষ্টিকোণ থেকে জানাতে। | 整体而言,网络摧毁许多大众媒体社会与政治沟通原则,创造出独特、多元平台让人们发声、参与与动员。 |
17 | এই ধারণা যে নাগরিক সাংবাদিকতা মূলধারার সাংবাদিকতার সাথে বিরোধে আছে তা এখন অতীতের ব্যাপার, এটা পরিষ্কার যে দুইটাই একে অপরের সাথে প্রতীকী সম্পর্কে যুক্ত, যেখানে গল্পবলা, সংবাদ আর বিষয়ের ভাগে একসাথে কাজ করার অনেক সুযোগ আছে। | |
18 | দুই সপ্তাহ ধরে, আমরা সুযোগ খুঁজে দেখবো এইসব উপায়কে কাজে পরিণত করার। গ্লোবাল ভয়েসেস এর ব্যবস্থাপক সম্পাদক সোলানা লারসেন লন্ডনে বিবিসি সংবাদকক্ষ দেখতে যাচ্ছেন। | 全球之声持续寻找新方式补强新闻流程并开发新平台,希望突显全球民众如何用自己的声音相互沟通,我们的全球编辑台汇集超过200名极具智慧与创新人士,他们来自的国家可能令你感到陌生,也鲜少在新闻中出现。 |
19 | আমরা নাগরিক সাংবাদিকদের লিঙ্ক বিবিসির সংবাদের সাথে যুক্ত করবো, আর একই সাথে আমাদের নিজেদের সংবাদকক্ষের গল্প বিবিসির সম্পাদক আর সাংবাদিকদের সাথে ভাগ করে নেব। | 五年来,主流媒体报导伊朗等重大冲突时,都大量采纳民众提供的内容,过去人们觉得公民新闻与传统新闻对立,这种观念如今已成历史,双方已成共生关系,有许多机会能合作制作与编写新闻,并传递各种内容。 |
20 | প্রকাশের স্বাধীনতার চলতে থাকা সংগ্রামের ক্ষেত্র থেকে প্রতিদিনের ভাষা, সংস্কৃতি আর বিদেশী ব্লগে প্রতিদিনের জীবন এই সব নিয়ে আমরা উন্মুখ হয়ে আছি আমাদের সব থেকে ভালো বিষয়গুলো আরো বেশী দর্শকদের কাছে তুলে ধরতে। আইভান সিগাল গ্লোবাল ভয়েসেস অনলাইনের নির্বাহী পরিচালক | 未来两周内,我们将运用这项机会,尝试合作化为行动,全球之声总编辑Solana Larsen将访问BBC位于英国伦敦的编辑室,我们将在BBC新闻报导中添加公民媒体连结,并将全球之声的故事提供给对方记者及编辑,内容涵盖言论自由的网络战场,以及关于语言、文化及生活的日常故事,我们期望将菁华内容提供给更多读者。 |