# | ben | zhs |
---|
1 | দক্ষিণ পূর্ব এশিয়া: এক সারি দু:খজনক ঘটনা | 东南亚:天灾接踵而来 |
2 | মিয়ানমারে একটি ধংসাত্মক সাইক্লোন। চীনে বিশাল এক ভূমিকম্প যা হ্যানয় আর ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে। | 缅甸受台风袭击,越南河内与泰国曼谷同感中国地震威力,苏门答腊(Sumatra)岛上两度地震撼动印尼与马来西亚,强烈台风摧毁菲律宾北部多个村落。 |
3 | সুমাত্রা দ্বীপে দুটি ভূমিকম্প যা ইন্দোনেশিয়া আর মালায়েশিয়াকেও নাড়িয়ে দিয়েছে। | 过去一个月以来,东南亚地区屡屡发生天灾,造成数十万人伤亡、数十亿财产损失。 |
4 | একটি শক্তিশালী টাইফুন যা ফিলিপাইন্সের অনেক শহর ধ্বংস করেছে। | Lynn Leng Lang不禁感叹: |
5 | গত মাসে, প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণপূর্ব এশিয়ায় আঘাত হেনে হাজার হাজার জীবন হানি ঘটিয়েছে আর শত কোটি টাকার সম্পত্তির ক্ষতি করেছে। | |
6 | ব্লগার লিন লেং ল্যাং বলেছেন: “আহ, এটা খুবই দু:খজনক। | 太难过了啦,亚洲究竟怎么了? |
7 | এশিয়াতে হচ্ছেটা কি?!” মিয়ানমার এখনো ভুগছে যেখানে সাইক্লোন আক্রান্তরা ক্ষুধা আর অসুখে জর্জরিত। | 台风过后,缅甸灾民仍受饥荒与疾病所苦,无能军政府犹如另一场灾难,使缅甸受台风肆虐的地区处境更加堪怜。 |
8 | সামরিক শাষকদের অযোগ্যতা আর একটা অনর্থ যা মিয়ানমারের সাইক্লোন আক্রান্ত এলাকায় পরিস্থিতি আরো খারাপ করেছে। | 一位美国官员或许说的没错,军政府阻挡大规模国际援助灾民,同样是种忽视之罪;或者如新加坡总理李显龙所言,“缅甸害怕开放国际援助单位前来,害怕外界发现军政府无力应变灾害”。 |
9 | হয়তো একজন আমেরিকান অফিসার ঠিক বলেছেন যে এই সামরিক শাষকদের অপরাধমূলক অবহেলার জন্য তারা সাইক্লোন এ আক্রান্তদের কাছে বড় ধরনের আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে দিচ্ছে না। | |
10 | অথবা সিঙ্গাপুরের প্রধান মন্ত্রী যেমন বলেছেন, “মিয়ানমার বাইরের সাহায্য সংস্থার প্রবেশ ভয় পায় কারন তা প্রমাণ করতে পারে যে শাসক গোষ্ঠী এই বিপর্যয় নিয়ন্ত্রণ করতে পারছে না।” সামরিক জান্তার এমন ব্যবহারের জন্য এন্ডো'স ডানজিওন ব্লগ মনে করে যে মিয়ানমারে সাহায্য দেয়ার ব্যাপারে বাইরের সবার দ্বিধা ঠিকই ছিল। | 由于军政府态度如此,Endoh's dungeon明白为何世界对援助缅甸这么悲观,尤其灾害发生已三周之后,缅甸领导人丹瑞将军(General Than Shwe)才就此事发表声明,超过十万人死亡,政府却能保持沉默,换做其他国家,领导人早已遭赶下台。 |
11 | এটা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা যে সাইক্লোন হওয়ার তিন সপ্তাহ পরে মিয়ানমারের নেতারা এই সংক্রান্ত সরকারী বক্তব্য দিয়েছে। ১ লাখেরও এর বেশী লোক মারা গেছে আর জেনারেল থান শোয়ে এটি চেপে রাখতে সমর্থ হয়েছেন। | 公信力攸关政府灾害应变效能,若外界认为政权暴虐无道,外援就不会迅速抵达,As Zewt As It Gets的感想和许多人一样: |
12 | অন্য দেশ হলে এই নেতাকে ক্ষমতাচ্যুত করা হত। বিপর্যয় সামলানোতে সফল হবার জন্য সরকার গ্রহণযোগ্যতা থাকা গুরুত্বপূর্ণ। | 我确信许多人都充满热忱,希望能以各种方式帮助最近中国与缅甸的灾民,但我想提醒各位小心援助的管道,若各位希望能提供缅甸赈灾基金,一定要确定这些组织能够直接进入灾区救援,而非只是将钱交给军政府。 |
13 | সাহায্য সহজে আসবে না যদি সরকার অত্যাচারী হিসেবে প্রমাণিত হয়। এজ জিউটস এজ ইট গেটস ব্লগ এর মনোভাব এমনই: | 许多部落客都对军政府印象不佳,新加坡的jere-iamwhatiam表示: |
14 | “ আমি নিশ্চিত যে আমাদের সবার হৃদয় অনেক বড় আর আমরা সবাই সাম্প্রতিক চীন আর মিয়ানমারের আক্রান্তদের সাহায্য করতে উন্মুখ। আমি শুধু বলতে চাই যে কোন জায়গায় আমরা সাহায্য দিচ্ছি তা একটু খেয়াল করা উচিত। | 政府的职责是要治理百姓、让人民生活更好、照顾人民、保护人民,但缅甸政府完全漠视人民生活与福祉,面对灾害应变不力、援助又太迟,等于亲手杀害国内民众。 |
15 | যদি কোন ধরনের মিয়ানমার রিলিফ ফান্ডে আমরা সাহায্য করতে চাই, খেয়াল করবেন যাতে সেই সংস্থা সরাসরি ওখানে দুর্গতদের সাহায্য করতে যায়। | |
16 | তারা যেন সামরিক জান্তা সরকারের হাতে টাকা না তুলে দেয়।” অত্র অন্চলের অনেক ব্লগারই সামরিক জান্তার ভক্ত না। | 菲律宾部落客Under the sun认为: |
17 | সিঙ্গাপুর থেকে জেরে - আই আ্যম হোয়াট আই আ্যম ব্লগ লিখেছে: | 在生死抉择、重大危机时刻,什么样的政府会将私利置于人民福祉之上? |
18 | “সরকারের কাজ মানুষকে শাসন করা, তাদের জীবন সহজতর আর ভালো করা, তাদের খেয়াল রাখা আর রক্ষা করা। | |
19 | মিয়ানমারের সরকার তার দেশের মানুষের জীবন আর মঙ্গলের ব্যাপারে একেবারেই খেয়াল করেনি। | |
20 | সাহায্য দেরি করিয়ে আর বিপর্যয়ের সময় দ্রুত সাড়া না দিয়ে, তারা শুধু নিজের লোকদের হত্যা করেছে।” ফিলিপিনো ব্লগার আন্ডার দ্যা সান যোগ করেছেন: | 由于泰国位于潜在地震区,新法要求所有新盖建筑都必须有防震设计,最近中国发生地震时,泰国首都曼谷也有感觉到摇晃,部落客于是关心老建筑与摩天大楼的安全。 |
21 | “কি ধরনের সরকার বিপর্যয়ের সময়ে স্বার্থপরভাবে জনগনের মঙ্গলের আগে নিজেদের নিয়ে চিন্তা করে, যেখানে জন্ম আর মৃত্যুর মধ্যে বেছে নিতে হচ্ছে?” | |
22 | থাইল্যান্ডে ভূমিকম্প প্রবণ এলাকা বলে একটা নতুন আইন অনুযায়ী এ দেশের সব নতুন ভবন ভূমিকম্প রোধক হতে হবে। | |
23 | সাম্প্রতিক চীনের ভূমিকম্প ব্যাংককেও অনুভূত হওয়ার ফলে সে দেশে পুরানো বাড়ি আর উঁচু তলার বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে ব্লগারদের মধ্যে। | |
24 | মালায়শিয়ায় ভবিষ্যতের শক্তিশালি কম্পনের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ সম্পর্কে ক্রাঞ্চি ব্লগ প্রশ্ন করেছেন: | |
25 | “মালায়েশিয়ার বাড়ি আর উচ্চ দালান কি সামান্য ভূমিকম্প মোকাবেলার উপযুক্ত? | Crunchy则问及对于未来强震来临时,马来西亚有何预防措施: |
26 | নাকি দালান নির্মাতাদের জন্য নির্দেশনার চিন্তা করা হচ্ছে যাতে বাড়ি একাধিক বারের কম্পনও রোধ করতে পারবে? | |
27 | ‘তিদাক আপা' (অবহেলার) মনোভাব নিয়ে আর কিছু মানুষ বা গোষ্ঠী যারা নিজেদের পকেটের চিন্তা শুধু করেছে, আমার সন্দেহ হয় এইসব ব্যাপার কিছু না ঘটা পর্যন্ত হয়ত গুরুত্ব পাবে না। | |
28 | আপনার কি মনে হয়? আমি কি খুব বেশী ভীতু?” | 马来西亚的房屋与高楼能撑过小地震吗? |
29 | উত্তর ফিলিপাইন্সে শক্তিশালি টাইফুনের ফলে ঘটে যাওয়া ক্ষতি মিডিয়াতে অনেক দিন পর্যন্ত ঠিক মত রিপোর্ট হয় নি। | |
30 | সরকারও ক্ষতির পরিধি সম্পর্কে ঠিকমতো জানত না। | 有没有制订任何规范或准则要求建商,确保建筑能抵挡每年发生数次的地震? |
31 | টাইফুনের একদিন পর ফিলিপিনের প্রেসিডেন্ট মধ্য ফিলিপাইনে স্কুবা ডাইভিং করছিলেন। | |
32 | টাইফুন আঘাত হেনেছে এমন একটি অংগ রাজ্যের অবস্থা সম্পর্কে ডারলিনস ব্লগ লিখেছে: “টাইফুন কোস্মে ৭ লাখ বাড়ি ভেঙ্গেছে আর প্রায় ৩৮,০০০ পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। | 有些人一副无所谓的态度,只关心他们的荷包,我怀疑只有等大事真正发生时,才会有人注意到这项议题,各位有何看法? |
33 | এই ঘটনায় বাসিন্দাদের সাহায্য কেন্দ্রে যাওয়া ছাড়া উপায় ছিল না। | 是我太大惊小怪了吗? |
34 | তাছাড়া কোস্মের ফলে ভূমিধস হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আর বড় ধরনের বন্যায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।” | |
35 | স্ট্রেঞ্জলি আউট অফ প্লেস ব্লগ বিস্মিত ছিল: “পরের দিন, ক্যান্ডেলারিয়া অন্চলকে অনেক আলাদা লাগছিল। | 多日以来,媒体对菲律宾北部强烈台风的风灾报导不足,连中央政府原本都未意识到灾害严重程度,台风离开后隔天,菲国总统还在中部地区潜水。 |
36 | সব বিদ্যুতের লাইন মাটিতে ছিল। বড় বড় আম আর আকাশিয়া গাছ বাড়ির ঊপরে পড়ে ছিল। | Darlene's blog site提到遭台风肆虐省分的情况: |
37 | গির্জা, স্কুল আর পাবলিক লাইব্রেরীর কিছু জানালা ভাঙ্গা ছিল। প্রায় প্রত্যেক মোড়ে ছাঁদ বিহীন বাড়ি দেখা যাচ্ছিল। | 夏浪(Cosme)台风摧毁约70万屋宅,影响38000个家庭,居民不得不暂时前往避难所,台风还造成山崩与道路中断,洪水亦淹没农田。 |
38 | কিছু পুরানো বাড়িকে কার্ডবোডের স্ট্রাকচারের মতো লাগছিল। শহরটি আমার মার কথা অনুযায়ী ‘ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত।” | Strangely out of place很震惊: |
39 | দ্যা হারভেস্ট ইজ গ্রেট সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি আপলোড করেছিল। নর্দার্ন ফিলিপিন্স টাইমস সরকারকে তাদের অকার্যকারিতার জন্য ধিক্কার করেছে: | 隔天Candelaria完全变了样,电线都横躺在地上,洋槐与芒果树倾倒在房屋上,教堂、学校、公共图书馆满是破窗,到处都看得到房子的屋顶不见了,有些老建筑就像纸箱摊在地上,整个城镇就像我妈说的“满目疮痍”。 |
40 | “প্রত্যেক বছর সরকারি কমকর্তারা বলেন শুকনো মৌসুমে ঝড়ের মতো দুর্যোগ মোকাবেলার জন্য তাদের ব্যবস্থা আছে। | The harvest is great上传灾情最惨重省分的照片,Northern Philippine Times强烈抨击政府无能: |
41 | কিন্তু প্রত্যেক বার এক একটা টাইফুন হানা দেয়ার পর বেশীরভাগ সরকারি কমকর্তাকে চুপ থাকতে দেখা যায় যখন রাস্তা বন্ধ হয়ে যায়, বারাঙ্গা (গ্রাম) যখন ডুবে যায় আর বিদ্যুত যখন চলে যায়। | |
42 | দুর্যোগ মোকাবেলার কার্যক্রম প্রতিরোধমূলক নয় বরং ধ্বংস হবার পর নড়ে উঠতে দেখা যায় তাদের।” নাতাশা লাভস নুডুলজ ব্লগ চীনের ভুমিকম্প, মিয়ানমারের সাইক্লোন আর ফিলিপিনের টাইফুন নিয়ে মন্তব্য করেছেন। | 每年旱季时,政府官员都声称已准备紧急应变措施,能够面对雨季暴风雨尔尔,但每当台风来袭,许多政府单位根本毫无办法,看着道路中断、各地没在水中、电力彻底瘫痪,灾害控管机制毫不主动,只被动行事。 |
43 | সিংগাপুরের পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনের কথা বলেছেন তার বক্তৃতায়। এমনিভাবে অত্র এলাকার অন্যান্য দেশেও সাহায্য দেয়া যায়: | Natasha loves noodles论及中国地震、缅甸风灾与菲律宾风灾,新加坡外交部长发表谈话,提到国际应合作帮助缅甸,东南亚其他国家也能提供协助: |
44 | “ আমরা আসিয়ান একা এই কাজ করতে পারবো না। মিয়ানমারের প্রয়োজন মিয়ানমার একা বা আসিয়ান মিলে পূরণ করা সম্ভব না। | 东南亚国协无法独力完成救援工作,缅甸所需远超过该国或东协所能负担,因此东 协与联合国才会共同举行会议,东协能发挥更多功能,促进国际社会与缅甸政府建 立互信与合作关系。 |
45 | তাই আসিয়ান আর ইউ এন মিলে এক সাথে এই সাহায্য সংগ্রহ কনফারেন্স ঠিক করেছে। | 校对:nairobi |
46 | আমরা আসিয়ানে আন্তর্জাতিক সম্প্রদায় যাদের সামর্থ আছে আর মিয়ানমার সরকারের মধ্যে বিশ্বাস তৈরীর সাহায্যকারী হিসেবে কাজ করা ছাড়া বেশী কিছু করতে পারি না।” | |