# | ben | zhs |
---|
1 | মিশর: ছবিতে ২৫ জানুয়ারির বিক্ষোভ এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। | 埃及:1月25日抗争照片记录 |
2 | একটি ছবি হাজার টুইটের চেয়ে বেশি কথা বলে, বিশেষ করে যখন মিশরে আজকের চলমান বিক্ষোভের প্রদর্শনের তথ্য যাতে প্রকাশ না হয় তার জন্য টুইটার বন্ধ করে রাখা হয় । আজ মিশরে সেই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। | 一张照片胜过推特(Twitter)上的万语千言,尤其是当Twitter在埃及遭政府封锁,企图阻止民众散播国内抗争消息与情况时。 |
3 | মিশরীয় ব্লগার জেইনোবিয়া নামক ভদ্রমহিলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই দিনে তিনি তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়বেন এবং রাস্তায় গিয়ে কিছু ছবি তুলবেন এবং সেগুলো তার ফ্লিকার একাউন্টে উঠিয়ে দেবেন: | |
4 | এই ছবিটি তুলেছে জেইনোবিয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | 埃及博客Zeinoba决定带着相机出门,走上街头拍照,再上传至她的Flickr帐户,以下是部份照片: |
5 | আজ মিশরের জাতীয় ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকা। | 在首都开罗,自清晨便有大批警力身着埃及警方知名的黑色制服站在街头。 |
6 | তারপরেও নিরাপত্তা পুলিশ বিক্ষোভকারীদের স্রোত নিয়ন্ত্রণে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে। | 照片由Zeinoba拍摄,依据创用CC授权使用 |
7 | বিশেষ করে তারা বিক্ষোভকারীদের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করার সুবিধা লাভ করে, যখন কায়রোর নিত্য দিনের চেনা ট্র্যাফিক জ্যামের দৃশ্য এদিন দেখা যায়নি । এই ছবিটি জেইনোবিয়ার তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | 1月25日是埃及国定假日,街上空荡荡一片,维安人员自有一套掌控群众的打算,这也没办法,因为要是街头跟平常一样车潮壅塞,人潮自然会被车潮阻挡。 |
8 | রাশাদ নিউ নেটওয়ার্ক কায়রোর কেন্দ্র স্থলের তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীদের এক বিস্ময়কর ছবি তাদের ফেসবুকের পাতায় প্রকাশ করেছে। | 维安人员封锁开罗部分主要广场及路口,导引车流至桥梁或隧道,毕竟要在隧道内抗争应该比较麻烦,有些Twitter用户指称,政府亦关闭地铁以控制抗议群众往来。 |
9 | (বিশেষ সংবাদ: এই ছবিটি দৃশ্যত গেটি ইমেজ নামে কপিরাইট করা, বিষয়টি দেখার জন্য ওয়াশিংটন পোস্ট-এ প্রবেশ করুন) | 照片由Zeinoba拍摄,依据创用CC授权使用 |
10 | সন্ধ্যায়, এল-তাহরির স্কোয়ারের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা সত্যিকার অর্থে বিশাল এক জনতায় পরিণত হয়। | Rassd New Network在Facebook页面上,刊登一张开罗Tahir广场抗争群众的照片,画面令人震撼。( |
11 | বর্তমানে মাইদান এল-তাহরির বা তাহরির চত্বর অজস্র প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। | 更新:照片版权为Getty Image所有,请见Washington Post) |
12 | এর মধ্যে অন্যতম মার্চ ২০০৩ সালের প্রতিবাদের, যখন জনতা ইরাক যুদ্ধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের জন্য নেমে আসে। | 晚间在El-Tahrir广场的人数变得非常多,这座广场过去几度成为大型抗争及游行地点,例如2003年3月,人们曾上街反对伊拉克战事。 |
13 | বিকেল বেলা মিশর থেকে টুইটারে সংবাদ প্রদান বন্ধ করে দেওয়া হয়। | 照片来自RNN的Facebook页面 |
14 | তবে এর আগে, কয়েকজন ব্যক্তি টুইটপিক ব্যবহার করে টুইটারে কিছু ছবি উঠিয়ে দিতে সক্ষম হয়। @ মা_না৭এজ নীচের ছবিটি তার টুইটপিক একাউন্টে উঠিয়ে দিতে সক্ষম হয়। | Twitter网站据传在当地下午遭到封锁,之前人们还有机会上传照片至Twitpic网站,@M_Na7as提供以下这张照片,呈现El-Mahalla地区警民人数多么悬殊。 |
15 | এই ছবিতে দেখা যাচ্ছে এল মাহাল্লা শহরে বিক্ষোভকারীদের সংখ্যা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে। | 抗议民众将警员团团包围,El-Mahalla过去几年也屡屡发生罢工。 |
16 | ছবিটি তুলেছে @এম_না৭এজ। এছাড়াও মিশরের বাইরে, লোকজন তাদের ক্যামেরা দিয়ে বিক্ষোভের ছবি ধারণ করেছে। | 照片由@M_Na7as拍摄 |
17 | @মাফাআলসুওইয়াদান নীচের বিক্ষোভের ছবিটি আমাদের প্রদর্শন করছে, যা কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে। ছবি তুলেছেন @মাফাজ | 在海外地区,民众也用相机记录抗争活动,@MafazAlSuwaidan提供以下摄于加拿大多伦多的抗议现场画面。 |
18 | অন্যসব ছবির মত গুরুত্বপূর্ণ সর্বশেষ ছবি, @দিঅনলিওয়্যারম্যান-এর তুলে দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে মাডি নামক অঞ্চলের শান্ত রাস্তায় সেনা ভর্তি ট্রাক। | 埃及民众在多伦多市区高呼:“起义直至胜利,在我国每个街头起义”。 |
19 | কায়রোর রাস্তায় কিছু ট্রাক ভর্তি সেনাকে টহল দিতে দেখা গেছে, ঘটনা হচ্ছে তারা ততটা উদ্বিগ্ন নয় এমন এক স্থানীয় প্রশাসনকে সাহায্য করার প্রস্তাব প্রদান করে। | |
20 | এবং @আলাসমারি রাস্তার এক বিলবোর্ডে মিশরীয় রাষ্ট্রপতির ছেঁড়া এক ছবির দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন। | 照片由@MafazAlSuwaidan拍摄。 |
21 | এদিকে লায়লা আল খাতিব এবং মিরেলে রাদ এক নতুন ফটো এগ্রিগেটর (ফটো ফিড বা উক্ত বিষয়ে বিভিন্ন সংবাদ এখানে এসে জমা হবে) তৈরি করেছে। যাতে একই জায়গায় নেট নাগরিকদের ছবি গুলো সংগ্রহ এবং প্রদর্শন করা যায়। | @TheOnlyWarman的照片里,平静的Maadi地区里,出现许多满载士兵的卡车,有些卡车也驶至开罗,从气氛较和缓的区域调派过来协助当地警力;@alasmari记录的画面里,街头告示板上的总统照片遭到撕毁。 |
22 | এই প্রকল্প শেষ হবার পর লায়লা টুইট করেছে: @মিঘেইলির সাথে #২৫জানুয়ারির ঘটনাবলি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুন। | 黎巴嫩網絡工程师Layal Al Khatib及Mirelle Raad设计一套照片汇整软体,以收集民众在網絡上分享的抗争照片。 |
23 | টুইটারের মাধ্যমে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, সেগুলো এখানে রয়েছে>http://abaadblogs.com/imagefeed/ | Layal完成软体研发后写道: |
24 | এবং মিরেইলি এর সাথে যোগ করেছে: আসুন বিশ্বকে দেখাই, এখন পর্যন্ত #জানুয়ারি২৫-এর মাধ্যমে ৪২৩ টি ছবি পাওয়া গেছে। | 为了共同目标与@migheille合作感觉很好,透过Twitter上传的照片请见此:http://abaadblogs.com/imagefeed/ |
25 | যেগুলো http://goo.gl/diwO8 নামক ওয়েব সাইটে প্রদর্শিত হচ্ছে। | Mireille则指出: |
26 | ঘটনাস্থলে উপস্থিত জনতার তোলা সরাসরি ছবি যা টুইটারে প্রদান করা হয়েছে, দয়া করে তা অন্যদের প্রদর্শন করুন। Email | 让世界看看,目前1月25日埃及抗争照片在 http://abaadblogs.com/imagefeed/ 已累积423张,请继续分享人们的现场照片。 |
27 | লিখেছেনTarek Amr অনুবাদ করেছেন বিজয় | 校对:Portnoy |