# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: ব্লগাররা শুল্ক জোট আর জনগণের কল্যাণ নিয়ে আলোচনা করছেন | 哈萨克斯坦:关税联盟与公共利益 |
2 | ব্লগাররা আলোচনা করেছেন যে জানুয়ারী ১, ২০১০ তারিখে শুরু হওয়া রাশিয়া, বেলারুস আর কাজাখস্তানের মধ্যকার কাস্টমস ইউনিয়ন (শুল্ক জোট) কাজাখস্তানকে কি দেবে। | |
3 | তিন দেশের একটা বাণিজ্যিক ব্লককে তাদের সরকার দেখছেন ইউরেশিয়ার অর্থনৈতিক ইউনিয়নের প্রথম ধাপ হিসেবে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা কাজাখ কর্তৃপক্ষের জন্য সঠিক সিদ্ধান্ত, বিশেষ করে ঘনিয়ে আসা চীনা অর্থনৈতিক প্রভাবের কারনে। | 俄罗斯、白俄罗斯与哈萨克斯坦自2010年元旦起,正式成立关税联盟,博客很关心此事对哈萨克斯坦的影响,三国政府认为建立贸易联盟,将是进一步整合为欧亚经济联盟的第一步。 |
4 | ওদিকে সন্দেহভাজনরা বলেন যে রাশিয়ার পণ্য ও সেবাকে তুলে ধরার জন্যে রক্ষণশীল নীতি তৃতীয় দেশের প্রতিযোগিতা মূলক পণ্য আর সেবার মূল্য বৃদ্ধি করবে। | 部分专家相信尤其面对中国经济影响力,哈萨克斯坦政府此举相当正确,质疑者则主张保护主义对俄国产品及服务有利,将迫使他国更具竞争力的产品及服务得抬高价格;许多人指称关税联盟形同判处国内制造业死刑,其他人则表示国内制造业原就所剩无几。 |
5 | অনেকে এই পদক্ষেপকে স্থানীয় উৎপাদকদের জন্য মৃত্যু পরোয়ানা হিসেবে দেখছেন, আর অন্যরা বলছেন যে এখানে এমন গুরুত্বপূর্ণ কোন উৎপাদন শিল্প নেই হত্যা করার মতো। | |
6 | গ্রাঞ্জ আমির এই শুল্ক জোটকে কাজাখস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখেন: | Grunge Amir认为关税联盟是陷害哈萨克斯坦的阴谋: |
7 | কাজাখস্তানকে রাশিয়ার কাছে বিক্রি করে দেয়া হয়েছে- এটা সত্য। রাশিয়ার ৮২% কাস্টমস ট্যারিফ অপরিবর্তিত থাকবে, বেলারুসের ৭৫% ট্যারিফ একই থাকছে, আর কাজাখস্তানের মাত্র ৪৫% অপরিবর্তিত থাকবে। | 有人将哈萨克斯坦出卖给俄罗斯,未来俄国82%的关税壁垒不受影响,白俄罗斯75%不变,但在哈萨克斯坦却只有45%的关税壁垒维持原状。 |
8 | মেগাখুইমিয়াক অবশ্য বেশী আশাবাদী: | Megakhuimyak比较乐观: |
9 | কাস্টমস ইউনিয়নের দলিলে একটি বিবরণ আছে- তিনটি দেশের মধ্যে কাজাখস্তানে সব থেকে কম কর। তাই এটা সম্ভব যে কিছুটা ব্যবসা এখানে চলে আসবে, বিশেষ করে বেলারুস থেকে। | 关税联盟里有一项细节,哈萨克斯坦的税率将是三国最低,故有些企业很可能会从白俄罗斯转移至此地。 |
10 | থাউজেন্ড-পা ইউনিয়নের মধ্যে প্রথম গরমিলের লক্ষণ দেখেছেন: কেমন লাগছে? | Thousand-Pa提到联盟内第一个争议迹象: |
11 | নতুন তৈরি কাস্টমস ইউনিয়ন এরই মধ্যে ধ্বংসের আলামত দেখাচ্ছে। | 各位觉得如何? |
12 | রাশিয়া থেকে বেলারুস- “অর্থ নেই, তেল নেই।“ বেলারুস থেকে রাশিয়া- “তেল নেই, প্রাকৃতিক গ্যাস যাওয়ার পথ দেয়া হবে না।“ | 新生的关税联盟已出现自我毁灭迹象,俄国向白俄罗斯要求;「没有钱就没有石油」;白俄罗斯则威胁俄国,「没有石油,就别想转运天然气」,这个联盟还有许多待努力之处… |
13 | এই ইউনিয়ন নিয়ে কত কথা হয়েছিল। এরই মধ্যে, এপোলেট ব্লগ সরকারী পরিসংখ্যান আর নথি পড়েছেন: | Epolet浏览官方数据后指出: |
14 | প্রচারণা জানায় যে কাজাখস্তানের গড় বেতন ১৯৯৩ থেকে ৫৩৫. | 政府文宣指哈萨克斯坦平均薪资自1993年以来成长535. |
15 | ৫ ভাগ বেড়েছে। আপনি যদি ডলারের বিনিময় হারের সাথে এটার হিসাব করেন, বৃদ্ধি ১৪. | 5倍,若依据美元汇率计算,成长率则将近14.3倍,就算我们将货币贬值因素亦参考在内,成长趋势依然存在。 |
16 | ৩ ভাগ হবে। আর এর পরে কারেন্সির নিম্ন মান হিসাব করলে, প্রবৃদ্ধির হার নাগালের মধ্যে। | 不过torrnado提到,人们在薪资成长内获益并不公平: |
17 | কিন্তু টরনেডো যোগ করেছেন, কিছু মানুষ এই হার থেকে অন্যদের তুলনায় অন্যভাবে ব্যাখ্যা করেন: একজন ভূতপূর্ব কাজাখস্তানী কর্মকর্তার বৈভব দেশের জিডিপির ৩ শতাংশ। | 光是哈萨克斯坦一位前官员的财富,便将近占全国GDP的3%,在瑞士前300名富翁之中,便有许多具苏联背景的政治人物,Almaty前市长Victor Khrapunov现居日内瓦,财富高达三至四亿瑞士法郎。 |
18 | ‘সোভিয়েত' বংশ থাকা একনায়করা শীর্ষ ৩০০ সুইস নাগরিকের মধ্যে উপরের আসনগুলো দখল করে আছেন। | 而且这位人物过往从未经商,毕生投入公职。 |
19 | উদাহরণ স্বরূপ বর্তমানে গেজেভাতে বসবাসকারী ভিক্টর ক্রাপুনোভ আলমাতির ভূতপূর্ব মেয়র, ওখানে আছেন ৩০০-৪০০ মিলিয়ন ফ্রাঁ এর সম্পদ নিয়ে। | |
20 | বলা বাহুল্য, উপরে বর্ণিত মানুষটির কখনো কোন ব্যবসা ছিল না আর তিনি সারা জীবন সরকারী চাকুরি করেছেন। | 校对:Soup |