# | ben | zhs |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এডভোকেসী: চাই একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক | 全球之声倡议:反互联网审查的全球网络 |
2 | গ্লোবাল ভয়েসেস এডভোকেসী শুরু হবার পর গত ছয় মাসে ধরে আমরা বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। | 自从全球之声发起反对互联网审查倡议的六个月以来,我们报导了世界各地对在线言论自由日渐增加的种种威胁,对抗这些反动势力。 |
3 | ইতিমধ্যে আমরা লিপিবদ্ধ করেছি প্রচুর ব্লগার এবং অনলাইন লেখকদের গ্রেফতার ও জেলে যাবার খবর, বেশ কয়েকটি এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরেছি এবং ইন্টারনেট সেন্সরশিপ এবং ওয়েবসাইট ও ব্লগ ব্লক করা নিয়ে রিপোর্ট করেছি। | 全球之声记录了博客、在线作者被逮捕拘留的情况,缉而不舍地追踪几则反对网络审查的运动、揭露网站与博客被封锁的情形。 |
4 | আমাদের কাভারেজের মধ্যে রয়েছে ২৫টি দেশের এরুপ ঘটনা এবং বাক স্বাধীনতা নিয়ে ব্লগার এবং প্রতিবাদকারীদের স্বতন্ত্র সাক্ষাৎকার, এছাড়াও অনলাইন সেন্সরশীপ নিয়ে একটি ইন-ডেপথ সার্ভে যে ঘটনাগুলোয় গতানুগতিক মিডিয়া খুব কম মনযোগ দেয়। | 目前为止,已经累积了25个国家这方面的报导,独家采访关注言论自由议题的博客行动者。 |
5 | বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করা এবং অনলাইন এবং অফলাইন এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরার পাশাপাশি আমরা বিশ্বজুড়ে এইসব সেন্সরশীপের বিরুদ্ধে প্রতিবাদরত ব্লগারদের এবং অন্যান্য সক্রিয় ব্যক্তিদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি। | |
6 | এই নেটওয়ার্কটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাক স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা এবং সবাইকে সেন্সরশীপের বিরুদ্ধে সতর্ক করে দেয়া। | 此外,主流媒体鲜少注意的网络审查问题,全球之声更进行了深入调查。 |
7 | এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন স্থানে এইসব হুমকি স্থানীয় ব্লগাররা কিভাবে মোকাবেলা করবে তার জন্যে প্রযুক্তিগত হাতিয়ার এবং পরামর্শ দেবার চেষ্টা করে আসছি। এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা নিন্মে বিস্তারিতভাবে তুলে ধরছি। | 全球之声希望能建立全球博客、行动者的连结网络,不单记录威胁互联网自由言论的各起事件,并全面深入地关照互联网言论自由等相关议题。 |
8 | গাইড: আমরা সম্প্রতি “টেকনিকাল গাইড টু এনোনিমাস ব্লগিং উইথ ওয়ার্ডপ্রস এন্ড টর (ওয়ার্ডপ্রেস ও টরের মাধ্যমে বেনামে ব্লগিংয়ের প্রযুক্তিগত গাইড)” এর একটি আপডেটেড সংস্করন প্রকাশ করেছি। | 这个网络旨在提升互联网言论自由的意识,让全球各地的伙伴可以分享彼此的运动经验与行动策略,特别是如何建立稳固的支持架构。 |
9 | এই গাইডটি পরিকল্পিত বেশ কয়েকটি ম্যানুয়ালের প্রথমটি। | 此网络包括以下内容: |
10 | এইসব ম্যানুয়ালগুলো আলোকপাত করেছে ইন্টারনেট ফিল্টারিংগুলোকে বোকা বানানোর উপায়, পরিচিতি ফাঁস না করে ব্লগিং করা এবং সেইসব ব্লগারদের জন্যে ফলপ্রদ সমর্থন যাদের আমরা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। | 指南(The Guide): 最近更新了如何利用WordPress、Tor来匿名发表文章的技术教学文件。 |
11 | উক্ত প্রথম গাইডটি ব্লগারদের পরিচয় গোপন রাখার উপায়গুলো বর্ণনা করে যাতে কর্তৃপক্ষের (বিশেষ করে স্বৈরাচারী সরকারগুলোর) রোষানল হতে তাদেরকে বাচানো যায়। | 这份文件是一系列指南的第一份,探讨如何规避互联网过滤、笔名发表、透过博客有效地扩散全球之声的倡议行动。 |
12 | এই গাইডের নির্দেশাবলী অনুযায়ী ব্লগিং করলে ব্লগারের অনলাইন লেখাগুলির সাথে তার পরিচয় ও ঠিকানার প্রযুক্তিগত কোন ছাপ থাকবে না। | 它描述了各种保护在线身份的方法,以避免高压政权的监视报复。 |
13 | গাইডটির স্ক্রীনশটসসহ একটি এইচটিএমএল সংস্করন যা লিন্কসহ এবং ব্লগিং সহায়ক এখানে পাওয়া যাবে। | 指南提出的作法可望降低当权者利用各种方式查出博客身份的危险。 |
14 | আমরা পিডিএফ ফাইল হিসেবেও এটি প্রকাশ করেছি। অনুগ্রহ করে এটি ডাউনলোড করুন বা লিন্ক করুন যা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রচার করতে সহায়তা করবে। | 这份指南用图标说明,可在此处取得HTML版本,亦有PDF版本可供下载。 |
15 | এই এইচটিএএল কোডটি নির্দ্বিধায় কপি করে আপনার ব্লগে যোগ করে দিন। | 请大家多帮忙传布这条信息,自行复制这段html 程序代码贴到你的博客代为宣传。 |
16 | তিউনিসিয়ার বিপ্লবীদের সংগঠন ইয়েজ্জি. অর্গ এর সহায়তায় আমরা এই গাইডটির একটি ফরাসী সংস্করন বের করছি যা অচিরেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে। | 透过和突尼西亚 yezzi.org 行动者的合作,这份指南已在进行法文版的翻译,即将可开放下载。 |
17 | আমরা আরও এই ক্ষেত্রের অনেকের সাথে সহযোগিতা করছি এর আরবী, চাইনিজ ও ভিয়েতনামীজ সংস্করন বের করার জন্যে। | 我们也正和其它活跃行动者准备阿拉伯语、汉语、越南语等版本的翻译合作。 |
18 | অনুগ্রহ করে খেয়াল করবেন যে এই গাইডটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সের আওতায় বের করা হয়েছে, যার মানে হচ্ছে এটিকে কোন বাধা ছাড়াই অন্যান্য যে কোন ভাষায় অনুবাদ করা যাবে। | 此份指南采取CC创意共享授权,可自由译成任何语言版本。 |
19 | আপনি যদি মনে করেন যে আপনার মাতৃভাষার সম্প্রদায়ের এটির দরকার আছে তবে আপনি নিজেই এটি অনুবাদ করতে পারেন বা আমাদেরকে অন্য কোন স্বেচ্ছাসেবক অনুবাদকের সন্ধান দিতে পারেন। | 如果你认为它有助于你的社群,愿意协助翻译或是找到其它志愿者来进行这项工作,请和我们联系。 |
20 | গ্যালারী: সিটিজেন ল্যাবের টেকনিক্যাল রিসার্চ ডিরেক্টর নার্ট ভিল্লেনফ এর আন্তরিক সহায়তায় আমরা প্রকাশ করেছি ন্যাশনাল ব্লকপেজেস গ্যালারী, যা কোন দেশের ফিল্টার সিস্টেম এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দ্বারা ব্লক করা ব্লগপাতাগুলোর স্ক্রীনশটের একটি সংগ্রহশালা। আপনি যদি সেরকম কোন দেশে থাকেন যেখানে ওয়েব সাইট ব্লক করা হচ্ছে তাহলে ব্লক করা পেজগুলোর স্ক্রীনশট অনুগ্রহ করে advocacy[at]globalvoicesonline[dot]org এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। | 相簿(The Gallery):感谢公民实验室技术研究主任Nart Villeneuve的投入,我们成立了各国被封锁的网页图片库,截取了各国网站过滤机制所封锁网站的模样。 |
21 | আপনারা কন্টাক্ট পেজ ব্যবহার করেও ইমেজগুলোর লিন্ক আমাদেরকে পাঠাতে পারেন। | 如果你所在的国家发现某网站被封锁,可利用本联络页面提供你所记录的图片。 |
22 | উইকি: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী'র আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে সারাবিশ্বের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংরক্ষন ও বিতরন করা হয়। এই উইকিকে আরও একটি উদ্দেশ্যে ব্যবহার করা হবে। | Wiki:这是全球之声反审查倡议的另一项计划,追踪记载世界各地反制互联网审查的努力。 |
23 | এখানে ব্লগার, সাইবার একটিভিস্ট ও অনলাইন লেখকরা যেসব প্রযুক্তিগত, আইনগত এবং রাজনৈতিক চ্যালেন্জগুলো মোকাবেলা করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। একটি দেশের পাতা (আপনি এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন আপনার দেশের পাতাটি তৈরি করতে) অথবা একজন অত্যাচারিত ব্লগারের (যেমন এটি) পাতা খুলে আপনি এইসব অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিউনিটি কি সব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের কাছে প্রচার করতে পারেন। | 利用wiki编撰行动者面临的技术、法律、政治挑战等相关信息,利用新建各国页面的方法(可利用本模板来创建一个自己国家情况的wiki文件),或是编辑一份被迫害博客的页面(就像这样),可以在社群中提升相关意识,分享最佳的实践案例策略,促进对迫害言论自由更多更广的讨论。 |
24 | এছাড়াও সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো, পরিকল্পনা ও কৌশলগুলো আপনারা অন্যান্য কমিউনিটির সাথে আলোচনা করতে পারেন ও পরামর্শ চাইতে পারেন। | 全球之声反互联网审查维基提供了一个安全、密码保护的在线空间,让行动人士脑力激荡各种策略、在线协调整合彼此的的行动计划和策略。 |
25 | এই ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' উইকি একটি নিরাপদ, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত অনলাইন ক্ষেত্র আপনাকে দেবে যেখানে সবাই বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করতে পারবে অন্যান্য ব্লগারদের ও অ্যাকটিভিস্টদের সাথে। | 无过滤频道(The Unfiltered)是透过RSS汇整工具 订阅行动人士的博客与网站。 |
26 | এগুলোএখন অনলাইনে বসেই সম্ভব। | 它持续追纵博客圈内有关言论自由议题的讨论。 |
27 | দ্যা আনফিল্টারড: এটি অ্যাকটিভিস্টদের ব্লগ ও ওয়েবসাইটের একটি আরএসএস এগ্রেগেটর । | 欢迎建议RSS来源,好让我们把它加入频道。 |
28 | এটি ব্লগোস্ফিয়ারে বাধামুক্ত অনলাইন ও বাক স্বাধীনতা নিয়ে কথোপকথনগুলো ট্র্যাক করে। | Advox是全球之声倡议博客所发送的电子报,可免费自由订阅。 |
29 | আপনাদের কাছে এই সংক্রান্ত কোন সাইটের খবর থাকলে তার নিউজ ফিডের তথ্য আমাদের জানাবেন। আমরা আমাদের চ্যানেলে তা যোগ করে দেব। | 目前订阅的读者包括了行动者、网络工具开发人员、专家、博客以及各界关心言论自由的人士。 |
30 | অ্যাডভক্স: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' ব্লগের একটি নিউজ লেটার। | 在此订阅Advox,定期收到最新消息。 |
31 | আগ্রহী গ্রাহকদের কাছে অ্যাডভক্স বিনামূল্যে পৌছানো হয় ইমেইলের মাধ্যমে। বর্তমানে আমাদের গ্রাহক হিসেবে আছেন অ্যাকটিভিস্ট, টুল ডেভেলপার, বিশেষজ্ঞ, ব্লগার এবং যারা বাক স্বাধীনতা সম্পর্কে সচেতন তারা। | “403 Access Denied Checker”: 此系统虽然仍在初期发布的测试期,它将是一个非常有用的软件,可大量扫描网址位置并找出某国所封锁的网站。 |
32 | এর গ্রাহক আপনিও হতে পারেন এখান থেকে এবং আপডেটগুলো নিয়মিত আপনার ডেস্কটপে পেতে পারেন। | 这个软件是由突尼西亚博客、活跃行动者Astrubal开发。 |
33 | ৪০৩ এক্সেস ডিনাইড চেকার: এই টুলটি (প্রথম সংস্করন) বেশ কটি ইউআরএল খুঁজে বলে দেয় আপনার দেশে কোন ওয়েবসাইটগুলো ব্যান হয়েছে। | 它的功能是协助行动者在互联网审查的国家里进行当地信息封锁的测试,而非阻遏互联网审查。 |
34 | তিউনিশিয়ান ব্লগার এবং অ্যাকটিভিস্ট এসট্রুবাল উদ্ভাবিত এই ‘৪০৩ এক্সেস ডিনাইড চেকার' দিয়ে ওই ব্যান হওয়া ওয়েবসাইটগুলো দেখা যায় না তবে স্থানীয় ব্লগার বা অ্যাকটিভিস্টরা এর মাধ্যমে স্থানীয়ভাবে ওয়েবসাইটে বাধা সৃষ্টি করা হলে তা জানতে পারে। | |
35 | এই সব উপাদান ছাড়াও আমরা উৎসুক একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক স্থাপনের ভিত্তি স্থাপন করতে। | 运用上述工具,希望可以打造一个成功反制互联网审查的坚强基石。 |
36 | এ লক্ষ্যে আমরা অনলাইন এন্টিসেন্সরশীপ এবং বাক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করে চলেছি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টর, দ্য ওপেন ইনিশিয়েটিভ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এনজিও-ইন-এ বক্স এবং দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন। | 此外,和一些反对在线审查、言论自由运动的关键人物建立巩固的关系,例如 Tor, 开放互联网计划OpenNet Initiates,国际特赦组织,策略性科技(Tactical Tech)的 NGO-in-a-box 计划和电子前锋基金会等团体。 |
37 | ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' সম্পর্কে এই সংবাদ কনিকাটি পড়ার জন্যে আপনাদের ধন্যবাদ। অতিসত্বর আমরা আরও কিছু চমক আপনাদের উপস্থাপন করব। | 谢谢你看完了这份全球之声倡议的简单近况报告,请给予支持,继续关注后续新闻,将有更多惊喜的好菜上桌。 |
38 | আপনারা আমাদের সাথেই থাকুন। এই বাটনটি অনুগ্রহ করে আপনার ব্লগে যোগ করে আমাদেরকে সমর্থন করুন | 支持本计划,请在你的博客放上全球之声倡议小贴纸 |
39 | এর জন্যে এইচ টি এম এল কোডটি আপনারা এখানে পাবেন। -সামি বেন ঘার্বিয়া | 点此取得HTML原始码! |