# | ben | zhs |
---|
1 | বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর ভারতের মুসলমানরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে | 印度穆斯林逃命 23名穆斯林遭分裂份子杀害 |
2 | ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। | 种族暴力在东北印度省份阿萨姆爆发,介于博德民族与穆斯林移民的紧张关系,促使当地穆斯林大举迁徙。 |
3 | দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আদিবাসী বোডো গোষ্ঠী এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বসতি স্থাপন ও নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতার ঘটনা ঘটছে। | 照片:Reporter#21795. |
4 | ছবি তুলেছেন রিপোর্টার#২১৭৯৫। স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/৭২০১২) | Demotix (25/7/2012) |
5 | ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। | 种族暴力在东北印度省份阿萨姆爆发,32名穆斯林村名死亡,促使当地穆斯林大举迁徙。 |
6 | এতে ৩২ জন মুসলিম অধিবাসী নিহত হয়েছেন। | 武装的博德分裂份子,在2014年5月1日星期四以及5月2日星期五期间,无区别的向于科克拉贾尔和帕斯卡尔地区的穆斯林居民发动攻击。 |
7 | ওই এলাকা থেকে মুসলমানদের বিতাড়িত করতেই এই হামলা করা হয়েছে। | 受害者包含儿童。 |
8 | বোডো বিচ্ছিন্নতাবাদীরা গত ১ এবং ২ মে ২০১৪-এ রাজ্যের কোকরাঝড় এবং বাক্সা জেলায় মুসলিমদের লক্ষ্য করে এই হামলা চালায়। | 在其中一场攻击,枪手在开火前,几十户的房屋早已陷入熊熊烈火。 |
9 | নিহতদের মধ্যে শিশুও রয়েছে। | 未经证实的报告表示,受害者是因为近期综合选举的投票问题成为攻击目标。 |
10 | হত্যা করার আগে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা তাদের বাড়িঘরও পুড়িয়ে দেয়। | 警方已经逮捕22名和这场暴力相关的人员。 |
11 | একটি অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতের চলমান নির্বাচনে পছন্দের দলকে ভোট দেয়ার অভিযোগে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। | |
12 | এদিকে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে। | 有人目睹,几百位穆斯林村民带着他们的财物逃到邻近的村落。 |
13 | এ ঘটনায় শত শত মুসলিম অধিবাসী পালিয়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছে। | 当局试着透过军队和实施宵禁,控制情况。 |
14 | কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ডেকে কার্ফু জারি করেছে। | 博德村庄,讲得是博德语,长期指控穆斯林从邻近的孟加拉国潜入印度。 |
15 | আদিবাসী বোডো গোষ্ঠী বোডো ভাষায় কথা বলে। | 反叛者是博德民族的民主阵线违法武装分裂份子,他们想要为博德人民建立主权,而博德人人口占阿萨姆省份的百分之十。 |
16 | বোডোদের দাবি, মুসলিমরা পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে। | 不只有穆斯林移民还有从其他印度省份来的讲印度话的移民都成为箭靶。 |
17 | বোডোরা নিজেদের জন্য স্বাধীন বোডোল্যান্ড দাবি করে আসছে। | 在2014年1月,7名百姓遭到杀害,凶手疑是博德民族民主阵线的激进份子。 |
18 | এজন্য তারা সশস্ত্র ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোডোল্যান্ড-এর অধীনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। | 他们阻拦四部从北孟加各区来的巴士,将13名乘客拖出车外,将他们排好队伍,然后开火。 |
19 | যদিও আসামে মোট জনগোষ্ঠীর মাত্র ১০% হলো বোডোরা। | 激进的博德族群曾誓言不会让移民者住在由自治的博德领土委员会司法管辖内的村庄。 |
20 | শুধুমাত্র মুসলিম অভিবাসীরাই নন, বোডোদের আক্রমণের শিকার হচ্ছেন হিন্দিভাষী অন্যান্য রাজ্য থেকে আগতরাও। | 记者暨部落客 Habib Siddiqui 提供有关这场纷争的背景: |
21 | ২০১৪ সালের জানুয়ারি মাসে ৭ জন নাগরিককে হত্যা করা হয়। | 住在阿萨姆的穆斯林并非从孟加拉国迁徙而来的移民。 |
22 | হত্যার অভিযোগ উঠে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোডোল্যান্ডের বিরুদ্ধে। | 就像其他人一样,他们曾经住在那里好几世纪,至少在印度分裂危巴基斯坦和印度之前。 |
23 | এছাড়াও তারা উত্তর বঙ্গের বিভিন্ন স্থান থেকে আগত ৪টি রাতের বাস থামায়। | 单单因为穆斯林的身分和孟加拉国的根源,对于曾对穆斯林进行大屠杀而留有血淋淋历史纪录的阿萨姆而言,被视为外来者或新住民。 |
24 | সেখান থেকে ১৩ জন যাত্রীকে টেনে হেঁচড়ে নামিয়ে গুলি করে হত্যা করে। বোডোদের একটি স্বশাসিত কাউন্সিল আছে। | 查膜和克什米尔首长,欧玛‧阿杜拉,认为无故杀害阿萨姆穆斯林,和印度人民党领导的国家民主联盟的总理候选人纳伦德拉•莫迪近日批判印度孟加拉国移民者的演说有关。 |
25 | এর নাম বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। | 推特上,在美的核工程师坦维尔‧沙林说明了在这种攻击背后,可能的政治意图: |
26 | সেখানে বিচ্ছিন্নতাবাদী বোডোরা শপথ নিয়েছে, কোনো অভিবাসীদের তারা গ্রামে থাকতে দেবে না। সাংবাদিক এবং ব্লগার হাবিব সিদ্দিকী এই সহিংসতার নেপথ্য কারণ তুলে ধরেছেন: | In Assam Muslim groups believe their community has come under attack because the rebels feel that it did not support Bodo candidates. |
27 | যেসব মুসলিম আসামে বসবাস করেন, তারা কেউ-ই বাংলাদেশ থেকে এখানে আসেননি। | Shame! |
28 | আর সবার মতোই তারা এখানে শত বছর ধরে বসবাস করছেন। | - Tanvir Salim (@TanvirSalim1) May 3, 2014 |
29 | ভারত ভাগের আগে থেকেই তারা এখানে আছেন। | 阿薩姆的穆斯林認為他們的社區受到攻擊,是因為反叛者認為他們的社區並沒有支持博多候選人! |
30 | মুসলিম পরিচয় আর বাংলাভাষী হওয়ার কারণে তারা আসামে বহিরাগত হিসেবে চিহ্নিত হচ্ছেন। | 太可恥了! |
31 | আর এটাই রক্তাক্ত ইতিহাসের জন্ম দিয়েছে। | 推特使用者狄潘卡质疑博德村的战术: |
32 | কয়েকদিন আগে ভারতীয় জনতা দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বাংলাদেশী অভিবাসীদের সমালোচনা করে বক্তব্য দেন। আসামের সহিংসতা ও মুসলিম নিধনের পিছনে নরেন্দ্র মোদীর বক্তব্যের যোগসূত্র খুঁজে পেয়েছেন জম্মু ও কাশ্মীরের মূখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। | The Army is there all over Assam, yet we have this gruesome carnage in Baksa. |
33 | যুক্তরাষ্ট্রে বসবাসকারী পরমাণু প্রকৌশলী তানভীর সেলিম এই সহিংসতার পিছনে যে রাজনৈতিক কারণ রয়েছে, টুইটারে সেটার ব্যাখ্যা দিয়েছেন: | Why is d Bodo movement losing its way in anti-Muslim violence? |
34 | আসামের মুসলিম জনগোষ্ঠী বিশ্বাস করে, বিচ্ছিন্নতাবাদী বোডো প্রার্থীকে সমর্থন না করার কারণেই তাদের ওপর হামলা হয়েছে। কী লজ্জার ব্যাপার! | - Dipankar (@Dipankar_cpiml) May 3, 2014 |
35 | বোডো জনগোষ্ঠীর কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন টুইটার ব্যবহারকারী দীপঙ্কর: | 军队遍及整个阿萨姆,然而在帕斯卡尔竟然有可怕的大屠杀。 |
36 | আসামের সবখানেই বোডোরা রয়েছেন। | 为什么博德反穆斯林的暴力行动迷失方向了? |
37 | যদিও আমরা বাক্সায় এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটতে দেখেছি। | 罗伊‧凡特认为这次暴力行动无关宗教: |
38 | | Usual suspects trying to give anti minority color to Bodo- Muslim clashes; religion is irrelevant to debate. |
39 | মুসলিম বিরোধী সহিংসতার মধ্যে দিয়ে বোডো আন্দোলন পথ হারিয়ে যাচ্ছে কেন? | Case of ethnic versus outsiders |
40 | রোহিত ভাট অবশ্য যুক্তি দেখিয়েছেন, এই সহিংসতা ধর্মের কারণে নয়: | - Rohit Vats (@KesariDhwaj) May 3, 2014 |
41 | এটিকে অনেকেই সংখ্যালঘু মুসলিম -বোডোর মধ্যকার সহিংসতা হিসেবে দেখাতে চেয়েছেন। | 一般的质疑,都试着将博德穆斯林冲突戴上反少数民族的头衔;宗教无关争议。 |
42 | কিন্তু এখানে ধর্মের বিষয় অপ্রাসঙ্গিক। | 这是有关种族和外来者的问题。 |
43 | এই সহিংসতা আদিবাসীদের সাথে বহিরাগতদের। | 译者:Gemini Wu 校对:Josephine Liu |