Sentence alignment for gv-ben-20140902-44683.xml (html) - gv-zhs-20140830-13712.xml (html)

#benzhs
1বন্যা বিপর্যয়ের পর পুনঃনির্মাণে ব্যস্ত স্লোভেনিয়া, মেসেডোনিয়া এবং সার্বিয়ার স্বেচ্ছাসেবকরা洪水过后: 斯洛文尼亚、马其顿、塞尔维亚志工一同重建
2স্লোভেনিয়ায় ১৯৬০ সালে একটি তরুণ কর্ম পদক্ষেপের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা একটি রাস্তা পুনঃনির্মাণ করছেন। ছবিটি পাবলিক ডোমেইন।1960年斯洛文尼亚的一场青年劳动行动中,志愿者们正在筑路。
3এ অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর সাবেক যুগোস্লাভিয়ান দেশগুলোর অনেক বাসিন্দা মনে হচ্ছে প্রাকৃতিক দূর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি গোছানোর কাজে সাহায্য করতে তাদের পুরনো অভ্যাসে ফিরে গেছেন।
4বসনিয়ার রেডিও সারাজেভো এবং সার্বিয়ান জাতীয় সংবাদ সংস্থা তানজুগের প্রতিবেদন থেকে জানা যায়, মেসেডোনিয়া, স্লোভেনিয়া এবং সার্বিয়ার বেশ কয়েকটি শহর থেকে আসা ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক সার্বিয়ার ক্রালজেভো শহরে একত্রিত হয়েছেন।
5তারা এসেছেন রাস্তাঘাট এবং অন্যান্য মৌলিক অবকাঠামোগুলো পুনরায় গড়ে তুলতে একটি “তরুণ কর্ম পদক্ষেপ” এ অংশ গ্রহণ করতে।在最近这场洪水悲剧过后,前南斯拉夫国家的居民们纷纷重操旧习,协助整顿这场天灾所造成的巨大损害。
6দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছয়টি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউরোপিয় দেশের মধ্য থেকে একটি দেশ গঠিত হয়। নতুন গঠিত দেশটি বিশ্বের কাছে যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক কেন্দ্রীয় প্রজাতন্ত্র নামে পরিচিতি পায়।据波斯尼亚萨拉热窝广播和塞尔维亚国家新闻局报导,超过50位来自马其顿、斯洛文尼亚、和塞国数座城市的志愿者,在塞尔维亚的克拉列沃组织青年运动,重建道路与基础建设。
7একজন নামহীন লেখক একবার দেশটিকে “একমাত্র স্থান যেখানে লোহার পর্দা দোলে” বলে বিশেষায়িত করেছিলেন। যুগোস্লাভিয়া কট্টর সমাজতান্ত্রিক একটি দেশ ছিল।二战结束后,东南欧的6个共和国组成了一个国家,名为南斯拉夫社会主义联邦共和国 (英文: Socialist Federal Republic of Yugoslavia)。
8এটি পূর্ব ইউরোপের একমাত্র সমাজতান্ত্রিক দেশ ছিল। দেশটি কখনও সাবেক সোভিয়েত ইউনিয়নের তাঁবেদার রাষ্ট্রে পরিণত হয়নি।一位不具名的作者表示,这个国家是「唯一一个铁幕摆动的地方」。
9বরঞ্চ যখন যুগোস্লাভিয়ার পূর্ব এবং পশ্চিম উভয় দিকের রাষ্ট্র গুলোর সাথে বেশির ভাগ সময় বেশ ভালো সম্পর্ক ছিল তখন প্রায়ই দেশটিকে নিজেই নিজের ভরণপোষণের জন্য একা ছেড়ে দেয়া হত।
10বেশিরভাগ লোকই আজ জানেন না যে কয়েকটি রাষ্ট্র নিয়ে নতুন গঠিত যুগোস্লাভিয়া যখন বিশ্বযুদ্ধের সময় ভয়ানকভাবে বিধ্বস্ত হয়েছিল, তখন দেশটি নিজেই নিজেকে পুনরায় নির্মাণ করেছিল।南斯拉夫是一个奉行社会主义的国家,也是唯一一个从未沦为前苏联卫星国的东欧共产国家,因此南斯拉夫大部分的时期和东方以及西方左右逢源,却又能自立自强。
11সাবেক যুগোস্লাভিয়াতে “তরুণ কর্ম পদক্ষেপ” একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবক কর্মসূচী ছিল।今天的我们不知道的是,南斯拉夫各共和国在世界大战期间遭受严重破坏,战后主要还是靠着自己重建家园。
12যুগোস্লাভিয়ার তরুণ সমাজতান্ত্রিক লীগ এই কর্মসূচীর আয়োজন করত। কয়েকটি বড় বড় শ্রমিক পদক্ষেপের মাধ্যমে রাস্তা, রেলসড়ক, নিকটবর্তী নতুন প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ব ও একতার মহাসড়ক তৈরি করা হয়েছিল।青年劳动行动在前南斯拉夫时期,由南斯拉夫共产青年团(Young Communist League of Yugoslavia)组织而成,是颇受欢迎的志工活动。
13সারাদেশে মহাসড়কটি বিস্তৃত ১,১৮০ কিলোমিটার জুড়ে। এটি উত্তর-পশ্চিম দিকে স্লোভেনিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মেসেডোনিয়া পর্যন্ত বিস্তৃত।过去较为大型的劳动行动包含造路、建铁道、盖新街坊、建筑Brotherhood and Unity公路。
14যুগোস্লাভিয়া ভেঙ্গে যাওয়ার পর এই ধরনের কর্ম পদক্ষেপগুলো শেষ হয়ে যায়। ক্রালজেভো শহরের আজকের তরুণ কর্ম পদক্ষেপ একটি স্ব-আয়োজিত নাগরিক কর্মসূচী।该条公路长达1180公里,跨越整座国家,从斯洛文尼亚西北方到马其顿东南方。
15সাবেক যুগোস্লাভিয়ার সময়ে যারা বিভিন্ন তরুণ কর্ম পদক্ষেপে অংশ নিয়েছিলেন তাদেরই কয়েকজন এই পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন।这些劳动行动在南斯拉夫殒落后也消逝了,今天在克拉列沃的这场青年劳动行动是自行组织的公民行动,由曾参加过以前南斯拉夫时代青年劳动行动的少数人所领导。
16তারা শহরটির ভিতরে এবং চারপাশে ১০ টি স্থানকে লক্ষ্য করে তাদের কাজ শুরু করেছেন। এই স্থানগুলো সরকারি বিভিন্ন সংস্থার দ্বারা বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন প্রক্রিয়ায় “অ-অন্তর্ভুক্ত” রয়ে গেছে।他们聚焦在10座城内城外的「未归类位置」,政府未确定其损害乃洪水所致的,意味着当局认为,未归类设施和民房所受的损害,程度目前仍不足以申请政府设立的六大类救助。
17এর অর্থ হচ্ছে, এখন পর্যন্ত যে ছয়টি শ্রেনী নির্ধারন করা হয়েছে তাঁর কোনটিতেই ঐ দশটি স্থানকে রাখা হয়নি। কারন কর্তৃপক্ষ মনে করে এই স্থানগুলো সরকারি সাহায্য পাওয়ার মতো যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়নি।这50位志工大部分介于18岁到30岁之间,来自马其顿奥赫里德的左蓝‧史提沃夫斯基(Zoran Stevovski)是其中最老的志工之一,他回想起以前在前南斯拉夫时参加的青年劳动行动。
18৫০ জন স্বেচ্ছাসেবকের বেশির ভাগেরই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মেসেডোনিয়ার অহরিদ থেকে আসা জোরান স্টেভভস্কি সবচেয়ে প্রবীণ স্বেচ্ছাসেবকদের একজন।「我现在是协会的主席,协会召集曾经参加过劳动行动的老志愿者,也召集那些想加入我们的年轻人。
19তিনি রেডিও সারাজেভো'তে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক যুগোস্লাভিয়াতে আয়োজিত একটি তরুণ কর্ম পদক্ষেপে তাঁর অংশ নেয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করেছেনঃ
20“যে সংস্থাটি সাবেক [কর্ম] পদক্ষেপের স্বেচ্ছাসেবকদের একত্রিত করেছে সেটির সভাপতি আমি। তবে কম বয়সী যারা আমাদের এই গল্পে অংশ গ্রহণ করতে চেয়েছে আমরা তাদেরকেও সাথে নিয়েছি।我过去共参加了12场劳动行动,生涯始于1979年在摩拉瓦河的那次,结束于1990年的贝尔格莱德。
21আমি ১২ টি কর্ম পদক্ষেপে অংশ নিয়েছি। আমি কর্ম পদক্ষেপে কাজ করতে শুরু করেছি ১৯৭৯ সালে একেবারে এই মোরাভা [নদীর] পাড়ে অবস্থিত এই স্থানটি থেকেই।我们以前在西摩拉瓦河和拉辛那河的河堤上劳动,现在我回到了我开始的地方。」
22আর এই কর্ম পদক্ষেপটি ১৯৯০ সালে একেবারে বেলগ্রেড পর্যন্ত যেয়ে শেষ হয়েছে।史提沃夫斯基说。
23মোরাভা এবং রাসিনা নদীর পশ্চিম ধারে বন্যা প্রতিরোধে নির্মাণ করা দীর্ঘ বাঁধে আমরা কাজ করেছি।这部YouTube影片展示了当时青年劳动行动的景象,志愿者涵盖各个年龄层。
24স্টেভভস্কি বলেছেন, “আমি যেখান থেকে তরুণ কর্ম পদক্ষেপে কাজ করতে শুরু করেছিলেম, সেখানেই আবার ফিরে এসেছি”। নীচের ইউটিউব ভিডিওতে এই তরুণ কর্ম পদক্ষেপের একটি কাজ দেখানো হয়েছে।他们在建造Brotherhood and Unity公路,这条连结南斯拉夫全国六个共和国的公路。
25এখানে সকল বয়সী লোক স্বেচ্ছাসেবকের কাজ করছেন। তারাই ভ্রাতৃত্ব ও একতা মহাসড়কটি নির্মাণ করেছেন।影片还包括了当时南斯拉夫领导人约瑟普 ‧布罗兹‧狄托祝贺志愿工作者实现了在一年内建成道路的承诺的画面。
26এ কাজে যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক কেন্দ্রীয় প্রজাতন্ত্রের ছয়টি রাষ্ট্রকে সংযুক্ত করা হয়েছে। ভিডিওটিতে তৎকালীন যুগোস্লাভ নেতা জোসিপ ব্রজ টিটোর ফুটেজ দেখা যাচ্ছে।译者:Chien-An Wang
27পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ এক বছরের মাথায় মহাসড়কটির নির্মান কাজ শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করায় তিনি ভিডিওতে (কথোপকথনের ইংরেজী ভাষান্তর করে দেয়া হয়েছে) স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানাচ্ছেন।
28ক্রালজেভো শহরের কর্ম পদক্ষেপে কর্ম ঘন্টা সকাল ৫ টা ৩০ মিনিটে শুরু হয় এবং রাত ১০ টায় শেষ হয়।校对:Fen
29এ সময়ের মাঝে তারা সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন, খাবার খান এবং এই কর্ম ঘন্টার মাঝেই কিছুটা বিনোদনের ব্যবস্থা করেন।