# | ben | zhs |
---|
1 | মিশর: নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগরিকদের তোলা ভিডিও প্রকাশ করা সম্ভব হয়েছে | 埃及:民众影片突破網絡封锁 |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 虽然过去几天,埃及政府封锁網絡与行动电话服务,让民众较难将国内抗争实情散播至全世界,不过仍有些民众的影片出现在網絡上。 |
3 | মিশরে চলতে থাকা বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে মিশরের নাগরিকদের পক্ষে সেখানে আসলে কি ঘটছে, তা বাকি বিশ্বকে জানানো কঠিন হয়ে পড়েছে, তারপরেও কয়েকজন নাগরিক এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের ভিডিও প্রকাশ করতে সক্ষম হয়েছে। | |
4 | এই দুটি ভিডিও প্রদর্শন করছে কি ভাবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে দুরে সরে যায়, যারা সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি ছিল, এর সাথে যুক্ত হয় সামরিক বাহিনীর সদস্যের অপ্রত্যাশিত আচরণ: সরকার যাদের রাস্তায় নেমে পড়ার আদেশ দিয়েছিল। | |
5 | সেনাবাহিনীকে দেখে মনে হচ্ছিল না যে, তারা কারফিউ বলবৎ করতে আগ্রহী, এবং জনতা তাদেরকে দেখে উল্লাস ধ্বনি দিচ্ছিল। দেখে মনে হচ্ছে যে সামরিক বাহিনী এই আন্দোলনে জনতার বিপক্ষে নয়। | 以下这两段影片中,镇暴警察明显寡不敌众,故纷纷撤退,再加上军方行为出人意表,军队虽然听命镇守在街上,却似乎未执行宵禁的命令,受到抗争群众热烈欢呼,似乎显示在这场事件中,军民并非站在敌对立场。 |
6 | প্রথম ভিডিওতে কায়রোর কাসর আল নিল সেতুর দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে দাঙ্গা পুলিশ এবং প্রতিবাদকারীরা সেতুর মাঝখানে মুখোমুখি হয়েছে। | 第一段影片摄于首都开罗的Kasr Al Nil大桥,镇暴警察与抗议民众在桥中央对垒,武装部队撤退时发射了催泪瓦斯: |
7 | কাঁদানে গ্যাস ছুড়ে সশস্ত্র পুলিশ বাহিনী পিছু হটে যাচ্ছে: http://www.youtube.com/watch? | 下段影片来自开罗市区,情况亦然,我们跟着抗争者一同目睹冲突发生,之后镇暴警察撤退: |
8 | v=-VorMWFePpY এবং পরবর্তী এই ভিডিওতে কায়রো শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলোতে একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। | 校对:Soup |
9 | এখানে আমরা বিক্ষোভকারীদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষের প্রাক মুর্হূতের দৃশ্য দেখতে পাচ্ছি, যা পরবর্তীতে এক দাঙ্গায় রুপান্তরিত হয়। | |