# | ben | zhs |
---|
1 | ইজরায়েল: মিথ্যা, সত্য এবং (একটি সৈনিক ও একটি মেয়ের) মাইম | 以色列:关于士兵与女孩的谎言、真相与網絡创作 |
2 | নিচের ছবিতে এক সৈনিক একটি ছোট্ট মেয়ের ওপর পা রাখছে - ইজরায়েলী নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) সদস্য এবং ফিলিস্তিনী মেয়ের কথিত এই ছবিটি সামাজিক ওয়েবে ঘুরে ফিরছে গত কয়েকদিন ধরে। | 下面这张士兵踩着小女孩的照片过去几天在社交网站上流传,据传照片中是以色列防卫军士兵和巴勒斯坦小女孩。 |
3 | ছবিটি পোস্টকারী ওয়েসলি মুহাম্মদ এটি আরেকজনের নিউজ ফিডে একই ক্যাপশনে দেখেছেন বলে দাবি করেন এবং অবাক হচ্ছেন এটা তার পাতা থেকে কেন ভাইরাসের মতো ছড়িয়ে গেল। | 张贴了这张照片的 Wesley Muhammad 说这张照片和注解是他在某人的新闻讯息中看到的,他也不明白为什么会从他的页面开始疯狂散播出去。 |
4 | দুইদিনের মধ্যে ছবিটি (এখন নামিয়ে ফেলা হয়েছে) ৫০০ মন্তব্য লাভ করে, যাদের মধ্যে কেউ কেউ ছবিটিকে ভূয়া বলে দাবি করে । | 两天之内这张照片(现已移除)获得超过五百则回应,也有些人认为这是张假照片。 |
5 | ইওসি গাভনি, ইজরায়েলী নিরাপত্তা বাহিনী (আইডিএফ) এ ধরনের অস্ত্র ব্যবহার বা পোশাক পরে না- এই দাবিকে প্রাধান্য দিয়ে ছবিটি আবার পোস্ট করেন, যা মূলতঃ ইজরায়েলীদের মধ্যেই প্রচারিত হয়েছে। | Yossi Gavni 转贴了这张照片并强调以色列防卫军(Israeli Defense Force,IDF)不用这种武器,制服也不是这个样子,这照片只在以色列人之间流传。 |
6 | আপাতদৃষ্টে মনে হচ্ছে গতবছর ফরাসীতে ছবিটি টুইট করা হয়েছিল সিরীয় বিক্ষোভের বাস্তব ছবি ভেবে একে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে। | 显然去年这张照片就在推特上出现,以法文说明这是叙利亚示威的照片希望大家能多转贴。 |
7 | কিন্তু আরব ব্লগার ওমর দাখানে, আসল ছবিটি (নিচে) পেয়েছিলেন না সিরিয়া বা ইজরায়েল থেকে, পেয়েছিলেন বাহরাইনে পথনাটকের এক প্রদর্শনী থেকে। | 然而阿拉伯博客 Omar Dakhane 找到了原始照片(下图),不是来自叙利亚也不是以色列,而是巴林的一场街头行动剧。 |
8 | এই গল্পটি একা শিক্ষার মাধ্যমে এখনেই শেষ হয়ে যেতে পারতো যে মিডিয়া অপব্যবহার আর উন্মাদনার যুগে যা কিছু প্রচারিত হয় তার সবকিছু বিশ্বাস করতে নেই। | 这件事原本可以到此为止,带给大家的教训是在这个媒体操弄和網絡爆红现象充斥的年代,网上流传的东西不可尽信。 |
9 | কিন্তু আপাতদৃষ্টে মনে হচ্ছে কোন কোন ইজরায়েলী সিদ্ধান্ত নিয়েছে নিকৃষ্ট মিথ্যার সবচেয়ে ভাল জবাব হচ্ছে হাস্যকর মাইম। | 不过有些以色列网友认为对于網絡谣言最好的回应是幽默创作。 |
10 | গত ২৪ ঘণ্টায় অনেক ছবিতে সৈনিকটিকে পাল্টে বিভিন্ন চরিত্র বসিয়ে ১০গ্যাগ-এর শুরু করা ৯গ্যাগ কৌতুক আর মাইমসৃষ্টির ইজরায়েলী জবাব ফেসবুকে প্রচার করা হচ্ছে। | 这廿四小时之内由 10Gag(以色列版本的 9Gag 趣味网站)开始,许多将士兵改成其他角色的图片在脸书上流传。 |
11 | উদাহরণস্বরূপ একটি ছবিতে সত্যিকার ইজরায়েলী নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত একটি কুকুরকে সৈনিকটির স্থলাভিষিক্ত করে, সম্ভবতঃ ফিলিস্তিনীদের আক্রমণ করার জন্যে ইজরায়েলী নিরাপত্তা বাহিনী কুকুরদের প্রশিক্ষণ দেয় আগেকার এই অভিযোগের জবাব হাস্যকরভাবে দেয়ার জন্যে। | 例如一张照片中原本的士兵变成了一只穿着真正以色列防卫军制服的狗,可能也同时是在回应前阵子以色列训练狗攻击巴勒斯坦人的網絡谣言。 |
12 | অন্যান্য যেসব চরিত্র মেয়েটির ওপর পা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে স্টার ওয়ারস্-এর এক সাম্রাজ্যবাদী সৈনিক, এ্যাংরি বার্ড, এ্যান্ডরয়েড, অবতারের নাভি, চাক নোরিস এবং আরো অনেক। | 踩着小女孩的人还被换成其他角色,例如星际大战中的帝国军、愤怒鸟、安卓、阿凡达里的纳美人、查克. |
13 | ছবিটিকে মাইমে পরিণত করে ইজরায়েলীরা ‘সামাজিক মিডিয়ার ভাষা‘তে বলছে যে এরকম পরিস্থিতি হাস্যকর ও কাল্পনিক। | 罗礼士等等。 |
14 | যদিও এই উন্মাদনার শুরু করা ওয়েসলি মুহাম্মদ ইতি টেনেছেন এভাবে: “আমি ছবিটি নামিয়ে ফেলেছি (যদিও ইজরায়েলী-ফিলিস্তিনী সংঘর্ষে এধরনের ঘটেই থাকে)“। | 将照片二次创作是以色列人以社群媒体语言描述这种情况的荒谬和虚假,而引起这场风波的 Wesley Muhammad 总结道:“我把照片删除了(虽然在以巴冲突中这种事的确在发生)。” |
15 | এর প্রতিক্রিয়া শানি ইয়াকোভ এক কোলাজ ছবি পোস্ট করেছে, যার শিরোনাম “ এটা হচ্ছে আইডিএফ-এর আসল ছবি” (নীচে) যেখানে সেনাদের ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ ফিলিস্তিনি নাগরিকদের সাথে মিশতে দেখা যাচ্ছে। | 而 Shani Yaakov 则张贴了题为“这是防卫军的真实照片”,有着士兵和巴勒斯坦人正面友善互动的照片集锦作为回应。 |
16 | তবে সত্য হচ্ছে, সে সব সময় যেখানে অবস্থান করে, সম্ভবত এই দুইয়ের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। | 至于真相,一如既往多半是在两者之间吧。 |