# | ben | zhs |
---|
1 | বিশ্ব স্বাস্থ্য: বিশ্ব শৌচাগার দিবস দুর্গন্ধ ছড়িয়েছে | 世界厕所日与卫生恶习 |
2 | বাজে কৌতুক হিসেবে শোনা গেলেও, এ বছরের বিশ্ব শৌচাগার দিবস খুব স্বস্তিকর না এমন দুটি বিষয়কে তুলে ধরছে যা বিশ্বের অন্তত: অর্ধেক জনসংখ্যার উপরে প্রভাব বিস্তার করে। | |
3 | বিষয় দুটি হচ্ছে শৌচাগার আর স্বাস্থ্য বিধান। | [本文英文版原载于2009年11月19日] |
4 | মানুষ এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে লজ্জিত হতে পারেন, কিন্তু সবাইকে এটা করতে হয়, শৌচাগার থাকুক বা না। | |
5 | বিশ্ব শৌচাগার দিবস স্বাস্থ্যবিধানের গুরুত্ব তুলে ধরে আর ২. | 虽然表面上听起来像个冷笑话,但在11月19日世界厕所日讨论的议题却很严肃,因为全球近半人口都缺乏厕所及卫生设施。 |
6 | ৫ বিলিয়ন লোক যারা শৌচাগার বা সঠিক স্বাস্থ্যবিধানের সুযোগ পান না তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। অলাভজনক প্রতিষ্ঠান ওয়াটার এইডের এই ভিডিও শৌচাগার থাকার বিলাসিতা তুলে ধরেছে। | 有些人或许对上厕所羞于启齿,不过无论有没有厕所,人人都有此种生理需求,世界厕所日除了让人们庆幸拥有厕所,更要让世人正视,全球尚有25亿人没有厕所及足够的卫生设施,非营利组织WaterAid便拍摄影片,突显拥有厕所其实是种奢侈行为。 |
7 | আপনারা শৌচাগার থাকাটা উদযাপন করা বোকার মতো মনে হতে পারে, কিন্তু এটা না থাকা কেবল অস্বস্তিকর না, এমনকি সম্মানহীনতা আর নিরাপত্তার অভাবও সৃষ্টি করতে পারে, আর প্রতিরোধ যোগ্য রোগে ভুগে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। মানুষের যখন শৌচাগার থাকে না, তারা বাধ্য হয় খোলা রাস্তা, মাঠ বা পিছনের গলিতে কাজ সারতে। | 对已拥有厕所的人而言,庆祝此事似乎听来疯狂,然而缺乏厕所却会导致尴尬、失去尊严、造成安全问题、传染原本可预防的疾病,甚至还会致死, 当人们没有厕所,便不得不在大街上、田野中、后巷内解决生理需求,结果导致饮用水及粮食遭到污染,也引发多项卫生风险。 |
8 | ফলাফল? খাবার পানি আর খাদ্যের সূত্রের দূষিত হয়, যার ফলে স্বাস্থ্যের ঝুঁকে বেড়ে যায়। | 卫生设施不足是全球最主要感染源, 每年致使180万人丧命,绝大多数为孩童;纵然某些国家盥洗设施充足,亦会面临公共厕所不洁与污水处理问题。 |
9 | স্বাস্থ্যবিধানের অভাব দূষণের বিশ্বব্যাপী সব থেকে বড় কারণ যার ফলে রোগে ভুগে বছরে ১৮ লাখ মানুষ মারা যায়, বিশেষ করে বাচ্চা। | |
10 | এমনকি যথেষ্ট শৌচাগার থাকা দেশেও অস্বাস্থ্যকর গণশৌচাগার থেকে বা অরক্ষিত পয়:নিষ্কাশন থেকে নির্গত দূষণ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। | |
11 | সিঙ্গাপুর থেকে লেটস লুক এট দিস ওয়ে তে ব্লগ করা ভ্যানিলা, বলেছেন যে শৌচাগারের ব্যাপারে মানুষকে ঠিকমত ভাবা উচিৎ: “আমি জানি বেশীরভাগ মানুষের কাছে এটা খারাপ একটা বিষয়। | 新加坡的Vanilla在Let's Look At It This Way表示,人们应更在意厕所问题: |
12 | এটা দুর্ভাগ্যজনক যে এটা খোলাখুলি ভাবে কথা বলার জন্য ‘নিষিদ্ধ' একটা বিষয় যখন গড়ে, আমরা শৌচাগারে ২৫০০ বার বছরে যাই, বা দিনে ৬-৮ বার। | |
13 | আমাদের সারা জীবনে, আমরা তিন বছর শৌচাগারে কাটিয়ে দেব।” অলাভজনক বিশ্ব শৌচাগার সংস্থা আয়োজিত এই বিশ্ব শৌচাগার দিবস বিশ্বব্যাপী পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। | 我知道多数人觉得这个话题很糟,但我们不该把厕所当成禁忌话题,让许多人对问题的严重性毫无所知,既然我们每人每年平均都得去上2500次厕所,换算成每天6至8次,一生总共有三年时间花在厕所里,我不明白为何人们觉得此事不重要。 |
14 | সচেতনতা আরো বৃদ্ধির জন্য, ওয়াটার এইড এই সপ্তাহে আই ফোন ব্যবহারকারীদের জন্য তাদের নতুন টয়লেট ফাইন্ডার ইউকে এ্যাপ চালু করেছেন। | |
15 | এই বিনামূল্যের এ্যাপ্লিকেশন (আইফোনের সংযোজিত প্রযুক্তি) ব্রিটেনে বসবাসকারীদের তাদের নিকটতম শৌচাগার খুঁজতে সাহায্য করবে আর একই সাথে তাদেরকে মনে করিয়ে দেবে যে তারা কত সৌভাগ্যবান পরিষ্কার আর নিরাপদ শৌচাগার লাভের জন্যে। | |
16 | ১৯শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবসের সব থেকে বড় অনুষ্ঠান ছিল, দ্যা বিগ স্কোয়াট (উবু হয়ে বসা), যেখানে বিশ্বব্যাপী মানুষকে জনসমক্ষে থেমে এক মিনিট উবু হয়ে বসতে অনুরোধ করা হয়েছিল সচেতনতা সৃষ্টির জন্য। | |
17 | এই ছবিগুলো বিভিন্ন দেশে মানুষের উবু হয়ে বসা দেখাচ্ছে, যার মধ্যে সিঙ্গাপুরের প্রাক স্কুলের এই ছবিও আছে: | |
18 | ব্রুনাই এর একটা ব্লগ প্যানিয়ালুরুর বিশ্ব শৌচাগারের প্রশংসা করেছে এই বিষয়কে তুলে ধরে: “ভেবে দেখুন আমরা কিউলাপ বা গাদোং এ দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। | 非营利组织「世界厕所组织」在全球举办各式活动,庆祝世界厕所日;为提升相关公民意识,WaterAid亦宣布为英国iPhone用户推出ToiletFinder UK应用程式,这个免费软体能帮助民众找到最近的公用厕所,并提醒他们何其幸运,才能拥有洁净且安全的厕所。 |
19 | হঠাৎ করে পেট ডেকে উঠল,পরিস্থিতি বেশ খারাপ। কোন থামাথামি নেই, পেট ডেকেই যাচ্ছে। | 这个节日最大的活动名为The Big Squat,呼吁人们在公共场所集体蹲坐一分钟,以提升社会对厕所问题的意识,这些照片记录各地人们蹲坐情况,包括新加坡的幼稚园学童: |
20 | বাতি হলুদ থেকে সবুজ হবে। কিন্তু কোন শৌচাগার দেখা যাচ্ছে না। | 汶莱博客the world according to panyaluru …亦强调厕所的重要性: |
21 | দোকানের সারির মধ্যে একটাও পাবলিক টয়লেট নেই…আর এর সাথে পানি বা টিস্যু নেই, কিচ্ছু নেই! এটা আপনার জীবনের সব থেকে খারাপ দিন হতে পারে, আপনার সব থেকে খারাপ দু:স্বপ্ন, এল্ম স্ট্রিট চলচিত্রের বাচ্চারা যে ধরনের দু:স্বপ্ন দেখে তার থেকেও খারাপ। | 试想我们走在Kiulap或Gadong的商店街上,突然肚子咕噜咕噜叫,这是想像中最糟糕的事,肚子还是咕噜咕噜叫,交 通号志 即将转绿,但举目所及没有厕所,整条商店街看不到一间公厕…而且还没水、没厕纸,什么都没有! |
22 | এই দিনে, আমাদের হাতের কাছের শৌচাগারগুলোর জন্য আমাদের প্রশংসা জানানো উচিত।” গুরুত্বের দিক ছাড়াও, অনেকে মজা করে বিশ্ব শৌচাগার দিবস পালন করেছেন। | 这可能是你一生最糟的一天,你最大的梦魇,甚至比电影 《半夜鬼上床》(Nightmare on Elm Street)里孩子的恶梦更可怕,故在这一天,请让我们一同感谢厕所。 |
23 | যুক্তরাজ্যে লন্ডন সিটি ড্রেনস ব্লগ ১০টা প্রশ্নের টয়লেট কুইজ করেছেন, আর এই ভিডিওতে হাই স্কুল শিক্ষক ম্যাট চেপ্লিক এই দিবস নিয়ে গান করেছেন। | 虽然此事有其严肃之处,许多人仍以幽默感庆祝世界厕所日,英国博客London City Drains列出十项有关厕所的问答题;中学教师Matt Cheplic则在影片中歌颂厕所。 |
24 | কিছু ব্লগার বলেছেন যে শৌচাগার একাই এর উত্তর হতে পারে না। | 有些博客指出,光靠厕所可能不足以解决问题,印度的Sandhya在Maradhi Manni博客表示,许多男性有厕所却不使用: |
25 | ভারতের মারাধি মান্নিতে ব্লগ করা সন্ধ্যা বলেছেন অনেক পুরুষ পাওয়া গেলেও শৌচাগার ব্যবহার করেন না: “চেন্নাই এর মতো শহরে, যেখানে বছরের ১০ মাস গরম থাকে, আমি পুরুষদের রাস্তার ধারে প্রস্রাব করতে সব সময়ে দেখি। | 例如清奈(Chennai)一年平均十个月都炎热,我总会看到男人在街边小便,既然女性能够自制,回到家再解放自己,我不 明白为 何男性忍不住,故我认为这种罪行应处以高额罚金(没错,这是犯罪),我还看过男人朝着公厕的外墙小便! |
26 | যখন মহিলারা কষ্টে নিজেদের নিয়ন্ত্রণ করে বাড়িতে গিয়ে কাজ সারতে পারেন, পুরুষরা কেন পারেন না? আমি জানি না। | 我也在Srirangam看过男性在寺庙边墙旁小 便,但庙旁四周明明都有厕所,还是有人清理的付费厕所! |
27 | তাই প্রথমত:, যারা এমন করে তাদেরকে ওই স্থানেই বড় পরিমানে জরিমানা করা উচিত এই অপরাধের জন্য (হ্যাঁ, এটা অপরাধ)। আমি তাদেরকে পাবলিক টয়লেটের দেয়ালে এমন করতে দেখেছি! | 虽然缺乏卫生设施会让每个人受害,将厕所视为禁忌后,对女性冲击尤其大,有些国家里,女性因为社会规范与矜持,农事都得在日出前或日落后进行,导致健康及安全顾虑。 |
28 | শ্রিরাঙ্গামে, আমি তাদেরকে মন্দিরের ঘেরা দেয়ালে প্রস্রাব করতে দেখেছি যদিও মন্দিরের লাগোয়া প্রত্যেক রাস্তায় শৌচাগার ছিল, যেগুলো পরিষ্কার, কিন্তু পয়সা দিয়ে যেতে হয়!” | 印度的Joanne Sprague在Overturning Boulders博客注意到,清奈地区晨间厕所里看不到女性,埃塞俄比亚的AN ADVENTURE IN ADDIS也提到类似状况: |
29 | স্বাস্থ্য বিধানের অভাব যেমন সকলের উপরে প্রভাব ফেলে, শৌচাগার নিয়ে নিষেধাজ্ঞা মহিলাদের বেশী প্রভাবিত করতে পারে। কিছু দেশে, শালিনতার কারণে সূর্যোদয়ের আগে তাদের প্রাকৃতিক কাজ মাঠে সারতে বাধ্য করে বা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, যার ফলে স্বাস্থ্য আর নিরাপত্তার চিন্তার কারণ ঘটতে পারে। | 我常听到有关女厕不足或整体厕所太少的问题,也听过青少女得摸黑做事,才不会在学校遭到男孩欺负,或甚至无法去上学;男人 会四处 撒尿,随着手上拿根菸,更认为女性没有这种需求…我想看到一幅巨大的Amharic语告示牌,写着「女性也要上厕所」,再放上一张芭比娃娃坐在马桶上 的照片。 |
30 | ওভারটার্নিং বোল্ডার্স এর ব্লগার জোয়ানা স্প্রাগ দেখেছেন যে ভারতের চেন্নাই এর মহিলারা সকালের শৌচাগার গমনে অনুপস্থিত, আর ইথিওপিয়াতে এন এডভেঞ্চার ইন আদ্দিস ব্লগ একই পরিস্থিতি লক্ষ্য করেছে: | |
31 | “আমি মহিলাদের এত শৌচাগারের সমস্যা বা সাধারণত: শৌচাগার না থাকার কথা শুনেছি, যে গ্রামাঞ্চলে কিশোরীরা ভোর ৪টায় ওঠে অন্ধকারের বাইরে গিয়ে তাদের কাজ সারার জন্য যাতে স্কুলে ছেলেরা তাদের পিছনে না লাগে বা তারা স্কুলে যাওয়া একেবারে বন্ধ না করে দেয়। | |
32 | ছেলেরা যে কোন জায়গায় প্রস্রাব করে, হাতে সিগারেট নিয়ে আর এমন একটা ধারণা আছে মেয়েদের দরকার নেই, যদি তাদের কথা ভাবাও হয়…আমি বড় একটা বিলবোর্ড দেখতে চাই আমহারিক ভাষায় যেখানে লেখা থাকবে “মেয়েরাও যায়” আর সেখানে বার্বি টয়লেটে বসে আছে এই ছবি থাকবে।” | |
33 | বিশ্ব শৌচাগার দিবস উদযাপনের জন্য ব্লগার জনাথান স্ট্রে পাঠকদের শৌচাগারের আন্তর্জাতিক ভ্রমণ করিয়েছেন যেখানে তিনি গেছেন, থাইল্যান্ড আর যুক্তরাজ্য থেকে দক্ষিণ আফ্রিকা আর ওমান পর্যন্ত। | |
34 | পরিশেষে এই বলেছেন তিনি: পশ্চিমের আমরা আমাদের ফ্লাশ টয়লেট আর টয়লেট পেপার আর ঝকঝকে শাওয়ারের স্থান নিয়ে হয়েছি ব্যতিক্রম। | 为庆祝世界厕所日,博客Jonathan Stray告诉读者,自己曾前往泰国、英国、西非、阿曼等各地厕所后的感想是: |
35 | বাকি বিশ্ব মনে করে শৌচাগার ভেজা, দুর্গন্ধযুক্ত স্থান; যদি আদৌ তাদের শৌচাগার থাকে। ভালো একটা শৌচাগার থাকা মানে আপনার জীবনধারণ খুব ভালো, তাই আপনার নিজেরটা উপভোগ করুন। | 西方世界的厕所有抽水马桶、厕纸、淋浴间其实都是例外,世界其他地区若有洗手间,厕所总是又湿又小,良好厕所其实代表着良好生活品质,故请各位享受这种高级生活,祝各位世界厕所日快乐。 |
36 | আনন্দের হউক বিশ্ব শৌচাগার দিবস!” | 壁砖拼贴成马桶照片来自Flickr用户nedrichards,依据创用CC授权使用 |
37 | টাইল্ড টয়লেটের ছবি, তুলেছেন নেড রিচার্ডস, ফ্লিকার থেকে ক্রিয়েটিভ কমন্স এর আওতায় ব্যবহৃত। | 校对:Soup |