Sentence alignment for gv-ben-20091218-7936.xml (html) - gv-zhs-20091206-4274.xml (html)

#benzhs
1ফ্রান্স: অভিবাসীহীন একটি দিন法国:无移民日预告
2ফ্রান্সের “জাতীয় পরিচয়” নিয়ে রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ও তার অভিবাসন, সংযুক্ত করণ, জাতীয় পরিচয় ও সংহতি উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরকি বেসঁও-এর, তৈরি করা বিতর্কের পেছনে একটা গোপন বিষয় রয়েছে বলে অনেক রাজনৈতিক মঞ্চের অভিনেতা ও পর্যবেক্ষক মনে করেন [ফরাসী ভাষায়]।
3সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ প্রিফেক্টসরা আস্থার সাথে গ্রহণ করেছে। ফরাসী দেশে প্রিফেক্ট হচ্ছে স্থানীয় সরকার প্রতিনিধি।许多法国观察家与政坛人物都怀疑,总统萨柯奇(Nicolas Sarkozy)与移民、融合、国家认同与团结发展部部长Eric Besson发起「国家认同」论辩,其实背后另有目的,这项严格定义的政府计划已交由地方行政首长执行。
4বিরোধী দলীয় ব্যক্তিরা এই বিষয়টির বিরোধিতা করছে। মার্টিন অউব্রি সমাজতান্ত্রিক দলের নেতা।社会党党魁Martine Aubry与其他在野人士则反控,指称在Grenoble的一场会议中,总统萨柯奇反对国家认同与移民,让法国蒙羞。
5গ্রীনোবেলের এক সভায় তিনি বলেন, রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি অভিবাসীদের জাতীয় পরিচয় প্রদানের বিরোধিতা করে ফ্রান্সকে বিব্রত করছেন।
6যাই হোক, প্রশ্ন থেকে যায়, কোন ভাবনায় বাইরে থেকে আসা ব্যক্তিদের মধ্যে যারা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের নাগরিক তাদের কি অভিবাসী বলে ডাকা যায়?
7স্মরণ করুন যুক্তরাষ্ট্রের সেই দি গ্রেট আমেরিকান বয়কটের কথা।
8সেদিন সারা যুক্তরাষ্ট্রের সকল বৈধ এবং অবৈধ অভিবাসী সে দেশের সকল স্কুল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বয়কট করেছিল।
9দিনটি ছিল ১ মে,২০০৬। মূলতঃ ল্যাটিন আমেরিকান বংশদ্ভূত ব্যক্তিরা এই বয়কটের আয়োজন করেছিল।但无论如何,称呼第二代或第三代公民为移民,究竟有何道理?
10এ মাসের শুরুতে ফ্রান্সে একটি দল বা “যৌথ বাহিনী” তৈরি করা হয়েছে।
11“অভিবাসীহীন একদিন -আমাদের ছাড়া ২৪ ঘন্টা” এই শিরোনামের অধীনে এই দলটি তৈরি করা হয়।
12১ মার্চ, ২০১০-এ তাদের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দলের প্রচারপত্র তাদের ওয়েবসাইটে জুড়ে দেওয়া হয়েছে [ফরাসী ভাষায়] এবং যত দুর জানা যায় ১০টি শাখার ফেসবুক গ্রুপ বা দল স্থাপন করা হয়েছে।还记得在2006年5月1日,美国发生「伟大美国抵制」事件,许多人在当天抵制国内合法与非法的学校及企业,其中受抵制者多数具拉丁美洲裔背景;法国团体「无移民日-24小时没有我们」则于11月成立,预计于2010年3月1日行动,这个团体的宣言已载明于网站上,目前也在10个地区组成Facebook群组,还设有博客及论坛。
13এছাড়া এই ঘটনার উপর একটি ব্লগ ও ফোরামও রয়েছে।宣言开头写道:
14এই বিষয়ে যে প্রচারপত্র সেটি এসব শব্দ দিয়ে শুরু হয়েছে: আমরা, সকল পুরুষ এবং মেয়েরা, সকল মতবাদ, রাজনৈতিক অবস্থান এবং গায়ের রঙ, অভিবাসী, অভিবাসীদের সন্তান, নাগরিক, আমরা আমাদের এই দেশে অভিবাসীদের প্রয়োজনীয় অবদানের ব্যাপারে সচেতন।我们不论男女、教义、政治立场、肤色、移民、移民后裔,包括所有意识到移民对我国贡献的公民,都已受够部分政治人物的恶质 言论, 他们企图将移民及其后裔贴上标签与罪名,移民这个身分其实只存在于他人眼中,甚至与血缘背景无关,我们希望重建这个词汇的正常意涵,不受他人贬抑或做为政 治工具。
15আমরা, সেই অভিবাসী ও তাদের উত্তরসূরীরা বেশ কিছু রাজনৈতিক নেতার কারণে যথেষ্ট নিন্দা সূচক মন্তব্যের মুখোমুখি হয়েছি।
16এ সকল মন্তব্যের উদ্দেশ্য অভিবাসী এবং তাদের উত্তরসূরীদের সুনাম নষ্ট করা বা তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা।Le Blog de Rose Blanche引述,「无移民日」团体副主席Peggy Derder接受电视访问时表示:
17চলুন আমরা স্মরণ করি যে একজন অভিবাসী এমন একজন ব্যক্তি যে অন্যদের কাছে এ ভাবেই পরিচিত, এমনকি তার নিজস্ব পরিচয়ের বাইরে। আমরা এই পদের সপক্ষে দাবি করতে ও তাকে আবার সংরক্ষিত করতে চাই, যা এক রাজনৈতিক হাতিয়ারের মাধ্যমে তাদের অবমাননা করা হয়।本团体呼吁移民、移民后裔及瞭解移民对国家贡献者加入,在24小时之中停止参与国家经济活动,形式众多,例如罢工、享受一周35小时工时、放假一天…这项活动也希望人们不要消费,不要到麦当劳用餐,不要去购物等,透过这次经验,我们希望大众瞭解社会需要移民,藉着影响经济,我们希望证明移民是项资产,用数据来证明,移民是经济及社会动力。
18ল ব্লগ ডে রোজে ব্লঁশে করা এক উদ্ধৃতি, যা এক টেলিভিশন সাক্ষাৎকারে করা প্রশ্নের উত্তর দেওয়ার সময় “অভিবাসীহীন একটি দিনের” ভাইস প্রেসিডেন্ট পেগি ডারডের ব্যাখ্যা করেন [ফরাসী ভাষায়]:
19আমাদের দল অভিবাসী, অভিবাসীদের সন্তান এবং যে সমস্ত নাগরিক অভিবাসীদের প্রয়োজনীয় অবদানের ব্যাপারে সচেতন, তাদের দল।
20দলটি ২৪ ঘন্টার জন্য এই জাতীর যে কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকবে।
21কাজ না করার ব্যাপারটি বেশ কয়েক ভাবে ঘটতে পারে: হরতাল করা, রিডুকশিওঁ দু তম্প দো থ্রাবাইয়ে (আরটিটি) বা একদিন কাজের পরিমাণ কমিয়ে আনা বা কাজ থেকে ছুটি নেওয়ার মাধ্যমে..
22একই সাথে আহ্বান রয়েছে কোন কিছু ব্যবহার (খাবার বা বিলাস ব্যসন) থেকে বিরত থাকা; ম্যাকডোনাল্ডস নামক দোকানে গিয়ে না খাওয়া, কেনাকাটা করতে না যাওয়া, ইত্যাদি।
23এই সব কাজ না করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয়তা তুলে ধরতে চাই।这项计划很快获得众多各党派政治人物支持,走中间路线的社运人士MIP不希望遭到超越,左派博客Intox 007则表示:
24অর্থনৈতিক চালিকা শক্তিতে ভূমিকা রেখে আমরা তাদের দেখাতে চাই যে অভিবাসীরা সম্পদ, শব্দগত এবং বাস্তব অর্থে তারা বিশ্বের সম্পদ। তারা অর্থনীতি এবং সমাজের চালিকা শক্তি।没错,我们可以利用这一天向伪善者证明,许多工作(不仅限社会底层工作)都是由移民胜任,但他们却遭受各种恶心攻击,这些民众的价值与出生于此的人民相等,但却受人鄙视,我们必须反抗这种观念。
25এই উদ্যোগ রাজনৈতিক পরিসরে বেশ বড় আকারে সমর্থন লাভ করেছে। মধ্যপন্থী সদস্যরা এর বাইরে থাকতে চান না এবং বাম ধারার ব্লগার ইনটক্স ০০৭ এর সাথে যুক্ত হয়েছেন:Demain le nouveau Congo Brazzaville很乐于转载这则讯息,阿尔及利亚新闻论坛city DZ亦然。
26হ্যাঁ, যদি ভণ্ডদের দেখানো যায় যে প্রচুর পেশায় (উপরের দিকের হোক বা নিচের দিকের হোক) হয়ত (খুব সহজ ভাবে) অভিবাসীরা কাজ করে থাকে, (যারা) এই রকম বিরক্তিকর সব আক্রমণের শিকার, এবং সে সমস্ত নাগরিক, যারা এদেশে জন্ম বলে দাবি করে, তাদের মতই সবকিছু পাবার অধিকার রাখে।
27কিন্তু তারা অনেক বেশি অবজ্ঞার শিকার এবং তাদের এর বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন।
28ডেমোয়া ল নুভোয়া কঙ্গো ব্রাজিভিল এই বার্তাটি খুশি মনে ছড়িয়ে দিতে চান, একই সাথে আলজেরীয় সংবাদ আলোচনা মাধ্যম সিটি ডেজ তা করতে চায়।
29তবে কিছু ভিন্নস্বরও রয়েছে এবং কেবল এমন জায়গায় নয় যেখানে তাদের আশা করা হয়।
30মারলে মোকিওর বা মোকিং বার্ড নামের ব্লগার উভয় দিন পালন নিয়ে বিরক্ত এবং ভদ্রমহিলা ব্যঙ্গোক্তির সাথে অভিবাসীহীন দিবসের উদ্দেশ্য নিয়ে যে কোন ভুল বোঝার বিষয়ে সতর্ক করে দেন:
31আহ! এটা এমনকি বিষয় যা আমরা উপলদ্ধি করতে পারছি না, অভিবাসীহীন একটি দিন।当然也有反对声浪出现,某些还令人意外。
32দেখুন বাম-পন্থীদের একটি চিন্তা যা একক চিন্তা, যা সমাজকে যুক্ত করে, এবং যা মোটেও বিচিত্র কোন চিন্তা নয়।Merle moqueur已经受够这些行动日,并讽刺地警告任何对「无移民日」的误解:
33এখানে একটি শব্দ রয়েছে, যা কিছু লোকের ক্ষেত্রে সুন্দর ভাবে খাপ খায়। আপনার কম্পিউটার বন্ধ করুন, বন্দুক নিয়ে বের হন, একটি বাসে চড়ুন এবং ভিন্ন ধারার উন্নয়ন থেকে বের হয়ে আসুন।这就是我们所忽略的事:无移民日,真是个很棒的左翼团结行动,串连社会,一点也不疯狂,以下这些行动很适合某些人:关掉电 脑、拿 起枪枝、搭上巴士、离开上流社区,没有巴士?
34কোন বাস নেই? সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে?已经烧毁?
35আপনাদের অর্থহীন প্রতিক্রিয়া বন্ধ করুন এবং বন্ধুরা সামান্য হাঁটুন, এটা আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে। কালো এলাকায় ফিরে যান এবং জনতার মাঝে আগুণ ধরান।停止你的反动情绪,走一段路吧,对你有利无弊,请各拿着枪去扫射群众,这是无移民日,你可以这么 做。
36এটা অভিবাসীহীন একটি দিন।至于为什么要选择几个月后的3月1日为无移民日?
37আপনাদের এইসব কাজ করার অধিকার রয়েছে।宣言里指出:
38তবে মার্চের প্রথম দিনেই কেন এই আয়োজন, যতদুর জানা যায়? এই বিষয় সম্পর্কে জানতে প্রচারপত্রে ফিরে যাওয়া যাক:「外国人入境、居留与庇护法」于2005年3月1日生效,该法象徵着功利主义的移民概念,换言之,就是依经济需求而开放移民,我们找不到比此更适合「无移民日」的日子。
39২০০৫ সালের ১ লা মার্চের এই দিনটি নীতিগত ভাবে বিদেশীদের এ দেশে প্রবেশ এবং থাকা ও আশ্রয় নেবার অধিকার লাভের দিন।
40এই দিন থেকে তাদের এ সব অধিকার কার্যকর হওয়া শুরু হয়।校对:Soup
41এই আইন অভিবাসীদের প্রয়োজন প্রতীক হিসেবে বিবেচনা করে নেয়, অন্য কথায় বলা যায় এই দিন থেকে অভিবাসী ভিত্তিক অর্থনীতির গুরুত্ব স্বীকার করেন নেওয়া হয়।
42“অভিবাসীহীন” দিনের জন্য আমরা এর চেয়ে ভালো কোন দিন বেছে নিতে পারি না।