Sentence alignment for gv-ben-20080125-595.xml (html) - gv-zhs-20080219-916.xml (html)

#benzhs
1আফঘানিস্তান: ব্লগের লেখা বিতরনের জন্যে মৃত্যুদন্ড阿富汗:为博客文章判死刑
2আফঘান একদল বিপ্লবী ব্লগার কতৃক প্রতিষ্ঠিত এসোসিয়েশন অফ ব্লগ রাইটার্স (আফঘান পেনলগ) সাইয়েদ পারভেজ কামবাখস নামের একজন তরুন সাংবাদিককে আদালত কর্তৃক মৃত্যুদন্ডে দন্ডিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।一群阿富汗社运博客组成阿富汗博客写手协会,十分关切一名年轻记者Sayed Parwiz Kambakhsh遭地方法院判处死刑消息。
3তিনি জাহান-ই-নও নামক সাপ্তাহিকের একজন সাংবাদিক এবং বল্খ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র।该名记者为《新世界》周刊工作,也是Balkh大学新闻系学生。
4আফঘান পেনলগ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রচার মাধ্যম অনুযায়ী পারভেজ কামবাখস গত অক্টোবরের ২৭ তারিখে আফঘান কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। তার প্রতি অভিযোগ ছিল এক ইরানী ওয়েবলগে প্রকাশিত একটি আর্টিকেল ডাউনলোড করে বন্ধুদের কাছে বিতরন করা।根据该协会与国际媒体的消息,这名记者因下载一个伊朗博客的文章,并转寄给朋友,于2007年10月27日遭到羁押,该文提到女权、《可兰经》与先知穆罕默德,阿富汗北部Mazar-e-Sharif地方法院以宗教亵渎罪判处死刑。
5এই আর্টিকেলটিতে নারী অধিকার, কোরান এবং মহানবী (সা:) এর কথা লেখা ছিল। উত্তর আফঘানিস্তানের মাজার-ই-শরীফের এক স্থানীয় কোর্ট তার প্রতি ব্লাসফেমীর (ইশ্বর নিন্দা) অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।监督全球媒体的「无疆界记者组织」表示,该审判「仓促了事,丝毫未尊重法治或宪法所保障之表意自由」。
6আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে যে “বিচারকার্য অতি দ্রুত সমাধা করা হয়েছে এবং সংবিধান কর্তৃক নিশ্চিত বাকস্বাধীনতা রক্ষায় কোন আমল দেয়া হয়নি”। ইন্ডেক্স অন সেন্সরশীপ বলছে:Index on Censorship指出:
7অতি রক্ষণশীল আফঘান মোল্লারা যারা কম্পিউটার এবং ইন্টারনেট কোনদিন ব্যবহার করেনি, বিশ্বাস করেছে যে কামবাখস নিজেই ওই লেখাটি লিখেছে এবং তাই তাকে ব্লাসফেমীর অভিযোগে অভিযুক্ত করেছে।
8যেহেতু ইন্টারনেট থেকে অনৈসলামিক লেখা ডাউনলোড করার কোন শাস্তি আইনে বলা নাই , প্রাথমিক আদালত মোল্লাদের এ ব্যাপারে মতামত দিতে বলেছিল। রক্ষণশীল মোল্লারা, যারা এর তদন্তে সম্পৃক্ত ছিলনা, তার মৃত্যুদন্ড চেয়েছে।这些极为保守的阿富汗教长多数从未使用过计算机或网络,以为是这名记者自己撰写文章,故判决他亵渎伊斯兰教,但由于法律并未对从网络下载「非伊斯兰」文章有明确罚则,故初级上诉法院要求教长提出意见书,而这些保守人士从未调查过本案,却要求判处死刑。
9সাংবাদিকের ভাই হয়ত তাদের লক্ষ্য记者之兄也许才是目标
10সিএনএন এর ভাষ্য মতে অনেকে বিশ্বাস করে কামবাখস হয়ত গ্রেফতার হয়েছিলেন তার ভাইয়ের লেখা কিছু আর্টিকেলের জন্যে, যাতে প্রদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল। তার ভাই, সৈয়দ ইয়াকুব ইব্রাহিমী, অনেক মানবাধিকার সংক্রান্ত লেখা লিখেছেন।根据CNN报导,许多人认为这名记者被捕的真正原因,是因为他的哥哥Sayed Yaqub Ibrahimi撰文批评地方政府,其中写到多个有关人权的故事。
11আফঘান পেনলগ গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে আফঘান কর্তৃপক্ষ মূল ঘটনা ধামাচাপা দিতে চাইছে “…আফঘান সংস্কৃতি মন্ত্রনালয় আজ বিকেলে একটি চিঠি দিয়েছে যেখানে তারা বলেছে পারভেজ কামবাখস সাংবাদিক ছিলনা এবং তার মামলাটির সাথে প্রচার মাধ্যমের কোন সম্পর্ক নেই। ” আফঘান পেনলগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অতি সত্বর পারভেজ কামবাখস এর মুক্তি দাবী করছে।阿富汗博客写手协会发表声明,指控阿富汗政府企图撇清与此事的关系:「阿富汗文化信息部今天下午发文表示,Parwiz Kambakh并非记者,此事也与媒体无关」,该协会相当关切此事,要求官方立即释放这名记者。