# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: জুতাপালিশওয়ালা ব্যবসা বাড়ানোর জন্য ইউটিউব ব্যবহার করছেন | 墨西哥鞋匠藉由YouTube增加营收 |
2 | সম্পাদকের মন্তব্য: মেক্সিকোর মন্টারের জুতাপালিশওয়ালার এই ছবি তুলেছেন ইসসা ভিলারিয়েল। এই জুতাপালিশওয়ালা নিজের প্রচারণা করছেন ইউটিউব দ্বারা এবং সংবাদটি প্রথম প্রকাশ হয়েছিল ওচো কুয়েরতুস ব্লগে। | 编者的话:这张照片是Issa Villarreal拍摄于墨西哥的蒙特利,主角是一位藉由YouTube营销自己的鞋匠,而这部录像在Ocho Cuartos博客上首次播放。 |
3 | ইসসা এটা নিয়ে লিখেছেন তার নিজের ব্লগে যেখানে তিনি জুতাপালিশওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন। | 她持续在自己的博客Issa上追踪这位先生的事迹,并访问他为什么他会使用YouTube这样的草根媒介来帮助他的生意。 |
4 | তিনি তাকে জিজ্ঞাসা করেছেন তার ব্যবসার সাহায্যের জন্য নাগরিক মিডিয়া ব্যবহারের ব্যাপারে। | 以下这段录像是经过原作者同意后,翻译刊登的。 |
5 | এটা একটা ভাষান্তর আর লেখকের অনুমতি নিয়ে প্রকাশিত। ছবি ইসসা ভিলারিয়েলের সৌজন্যে। | 照片拍自Issa Villarrea。 |
6 | সাইনবোর্ডে লেখা আছে “ইউটিউব বা গুগলে সার্চ করুন ‘দুই ব্রাশসহ জুতাপালিশওয়ালা' শব্দগুলো দিয়ে”। | 上面的标语写着:在YouTube或是Google搜寻录像“有两把刷子的鞋匠” |
7 | মেক্সিকোর শহরতলী মন্টারেতে জুতাপালিশওয়ালা জুয়ান লুনাকে চেনা সহজ। | 要分辨Juan Luna和其它墨西哥的蒙特利商城里的鞋匠有何不同是很容易的。 |
8 | এস্কোবেদো আর পাদ্রে মিয়ারের সংযোগস্থলে অবস্থিত তার কাজের জায়গায় একটি ছোট সাইনবোর্ড আছে যা যাতাযাতকারীদেরকে আমন্ত্রন জানায় ইউটিউব আর গুগুলে তার ভিডিও দেখার জন্য যেটার নাম, ”দুই ব্রাশসহ জুতাপালিশওয়ালা।” | 他的摊位就位在Escobedo和 Padre Mie的交叉路口,上头的标语标示着:欢迎路人在YouTube或是Google搜寻“有两把刷子的鞋匠”。 |
9 | “এটা আমার চিন্তা,” সে ব্যাখ্যা করলো একজন খদ্দেরের কাজ করতে করতে। ”ধারণাটা হলো বেশী লোকের কাছে পৌঁছানোর জন্য নিজেকে তুলে ধরা। | 「这是我的构想」,他一面服务顾客一面解释,「我是想要促销自己让更多人知道,而不是只有那些老主顾。」 |
10 | পুরোনো রীতি থেকে বেরিয়ে আসা।” জুয়ান সব্যসাচী; সে দুই হাতে দুইটা ব্রাশ নিয়ে প্রত্যেকটা দিয়ে জুতা পালিশ করে। | Juan有双灵巧的手:他双手各拿一把刷子,分别擦着顾客脚上的两只皮鞋。 |
11 | সে নিজেকে যোগ্য আর উদ্ভাবন শক্তি সম্পন্ন মনে করে: সে পালিশে টেফ্লন যুক্ত করে যাতে জুতা থেকে পানি আর ধুলা পিছলে পড়ে যায়। | 他认为自己不仅是技巧熟练,且更是这一行的创新者:他在擦亮剂里头加入铁氟龙,如此一来水气和灰尘就不容易沾上鞋面。 |
12 | এইভাবে দুই সপ্তাহ পর্যন্ত পালিশ থাকে আর তার পরেও তিনি বাকী সবার সমান দাম নেন। | 这样的保护层可以持续两个礼拜之久,且他向顾客收取的价钱与其它擦鞋匠一样。 |
13 | তার ইউটিউবের ভিডিওতে, একজন দেখতে পারেন তিনি কেমন করে দুইটা ব্রাশ ব্যবহার করেন, আর তার সাথে তার দৈনিক প্রেরণা: তার পরিবারের একটা ছবি। | 在他的Youtube录像中,你可以看见他如何使用两把刷子,已经激励他每天工作的:他家人的照片。 |
14 | এই সংক্ষিপ্ত ক্লিপ -এক মিনিট ব্যাপী- ছয় মাস ধরে অনলাইনে আছে আর মে ২০০৮ থেকে এরই মধ্যে ৪৫০০ বার তা লোকে দেখেছে। | 这支短片长度约一分钟,已经上线6个月,自2008年五月起吸引了四千五百多人观看。 |
15 | জুতাপালিশওয়ালা হিসাবে তার ১০ বছরের অভিজ্ঞতা আছে। | 他做这行已经累积有十年的经验。 |
16 | কয়েক মাস আগে তিনি একজন স্পন্সর খুঁজে পেয়েছিলেন (মন্টেরের একটা বিয়ে আয়োজনকারী কোম্পানী) তার শহরের কেন্দ্রের স্ট্যান্ডের ভিডিওকে ধারন আর সম্পাদনা করার জন্য। | 几个月之前,他找到了一位在蒙特利的婚纱公司作为赞助者,记录他在市中心已经经营了一年的摊位,并编辑成录像。 |
17 | এই স্থানে তিনি এক বছর ধরে কাজ করছেন। | 「我的顾客都很鼓励我,因为没有任何鞋匠像我一样,可以拿着两把刷子、双手并用。 |
18 | “আমার গ্রাহকরা আমাকে উৎসাহিত করেন কারন অন্য কেউ দুই হাত দিয়ে পালিশ করতে পারে না কারন এবং আমি সব্যসাচী। | 而我们将会尝试做另一种形式的录像,不只是现在在YouTube上看到的搞笑版。」 |
19 | আমরা আরো কয়েক ধরনের ভিডিও করবো আর শুধু ইউটিউবে থাকা মজার ধরনের না,” বলেছেন জুয়ান। | Juan说。 |
20 | “আমাকে ইন্টারনেটে দেখে গ্রাহকরা এসেছেন, তিনি ব্যাখ্যা করলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো ভিডিও প্রচারণার ফলাফল সম্পর্কে। | 当被问及到出版录像后的影响,他回答到:「很多客人跑来光顾是因为他们在网络看到那段录像。」「 |
21 | “কেউ (ভিডিওটি) সুপারিশ করেছে বা তারা এমনিতেই দেখেছে আর এর পর তাকে চাক্ষুস দেখতে চেয়েছে।” | 一些人看过后就推荐这部录像,一些人是偶然看到,觉得好奇,就亲自跑来了。」 |
22 | “বিশ্বের সব থেকে ভালো জুতাপালিশওয়ালা” হচ্ছে তার প্রচারণার স্লোগান। | 「这是全世界最出色的鞋匠」是他用来推销的标语。 |
23 | তিনি বললেন যে তিনি সপ্তাহে এক দুইবার অনলাইন হন। | 他说他一个礼拜上网一次或两次,也常逛YouTube看些好笑的录像。 |
24 | এছাড়া তিনি ইউটিউবে অন্যান্য মজার ভিডিও দেখেন। | 当谈到他的营销策略和他在使用数字媒体上的信心,Juan并不害羞。「 |
25 | তার এই আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলতে জুয়ান লজ্জিত না আর ডিজিটাল মিডিয়া নিয়ে তার যে আত্মবিশ্বাস আছে তা প্রকাশ করেন অকপটে। | 对那些录像而言,其中的原因是,你永远不可能遇得到那些出现在YouTube录像上的人;而我是唯一一个,你/妳亲自来访可以遇见的人。」 |
26 | “(ভিডিওর) একটা কারন হলো যে যাদের নিয়ে ইউটিউবে ভিডিও প্রচারিত হয় তাদের সাথে হয়ত কোনদিনই আপনার দেখা হবে না,” তিনি বললেন, ”আর আমি একমাত্র যার সাথে আপনি দেখা সাক্ষাত করতে পারেন।” | 译者:Pinhuan 校对:Portnoy |