# | ben | zhs |
---|
1 | রাশিয়া: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পারস্পরিক সহায়তা আর কৌতুকের উদ্রেক করেছে | |
2 | প্রকৃতি তার ক্ষমতা মানুষকে দেখিয়েছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি ‘এইয়াফিয়াল্লাজোকুল' এর মাধ্যমে - যেটার নাম উচ্চারণ করা কঠিন। | |
3 | ইউরোপের আকাশ ছাই এ ভরিয়ে দিয়েছে এর অগ্ন্যুৎপাত। | 俄罗斯:冰岛火山爆发的连带效应 |
4 | ছাই এর এই মেঘ যতো পূর্বে গিয়েছে, আরো বেশী বিমানবন্দর বন্ধ হচ্ছিল, যার ফলে ইউরোপ ব্যাপী যোগাযোগ ভেঙ্গে পড়ে। | |
5 | রাশিয়ান ব্লগাররা- যারা প্রাকৃতিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে- অন্যভাবে প্রতিক্রিয়া জানিয়েছে: মজা করেছে, তথ্য জানিয়েছে, রাগ প্রকাশ করেছে আর একে অপরকে সাহায্য দান করতে চেয়েছে। লাইভজার্নাল সমাজ আরইউ_ট্রাভেলে (প্রায় ৩০,০০০ পাঠক) এ নিয়ে সব থেকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। | 大自然最近展现力量,让难以发音的冰岛火山Eyjafjallajökull喷发大量火山灰,笼罩欧洲天际,至今已过了两天,随着火山灰云东移,愈 来愈多机场被迫关闭,导致全欧洲空中运输瘫痪,俄国博客同样受到天灾影响,但反应不同,他们开玩笑、分享资讯、感到困扰、愿意互助。 |
6 | সমন্বয়কদের বিশেষ ট্যাগ দিতে হয়েছে ‘আগ্নেয়গিরি' অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট পোস্টের লেখাকে সুযোগ দিতে। ব্লগাররা একে অপরকে সাহায্য করছিলেন যাত্রীদের অধিকার, এয়ারলাইন্সের অভ্যাস, হোটেলের চুক্তি আর ভূমিতে যাতাযাতের পথ সম্পর্কে পরামর্শ দিয়ে। | LiveJournal的ru_travel社群讨论最为热烈(读者约30000人),管理员得特别建立「火山」这个标题,以收集众多相关讯息,博客彼此帮助,提供班机、航空公司政策、旅馆议价、陆路运输动线等各种谘询。 |
7 | ব্যক্তি ব্লগাররা সাহায্য দান করতে চেয়েছেন তথ্য দেয়ার বাইরেও। লাক্রিজ্জা কিছু মানুষকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে নিয়ে তাদেরকে সাময়িক বাসস্থান দিতে চেয়েছেন। | 也有些博客不只是分享资讯,Lacrizza愿意收容莫斯科Sheremetyevo机场部分民众,让他们暂时栖身;Nata_vasilisa在波兰Krakow地区也提供相同协助: |
8 | পোল্যান্ডের ক্রাকাওতে নাতা_ভাসিলিসা একই ধরনের প্রস্তাব দিয়েছেন: | 若有人因火山灰云受困在Krakow地区,在问题解决前却没有暂宿之处,我可以收留你。 |
9 | কেউ যদি ক্রাকাওতে আটকে পড়ে থাকেন আগ্নেয়গিরির জন্য আর মেঘ চলে না যাওয়া পর্যন্ত যদি থাকার জায়গা না থাকে, আমি আপনাদের জায়গা দিতে পারি। | 也有些人在网络上打赌,asy提议打赌何时欧洲飞航情况才能恢复正常,以下是最有创意的答案: |
10 | আলোচনার একটা অংশ বাজি। | 因为明天我们的航班几乎99. |
11 | এলজে ব্যবহারকারী আসি পরামর্শ দিয়েছেন ইউরোপে ফ্লাইটের উপরে নিষেধাজ্ঞার তারিখ নিয়ে বাজি ধরতে। | 999%笃定取消,我打赌空中交通在5月3日或4日才会完全恢复,但届时多数航空公司都会宣告破产 |
12 | নীচে সব থেকে অভিনব উপদেশগুলো: কারন কালকে আমাদের বিমান ৯৯. | elena_w1: |
13 | ৯৯% নিশ্চয়তায় বাতিল হবে, আমি বাজি করতে পারি যে উড়বার উপরে নিষেধাজ্ঞা ৩রা বা ৪ঠা মে'র এর দিকে উঠবে পুরোপুরিভাবে। তবে, বেশীরভাগ বিমান কোম্পানি এই সময়ের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। | 我有张5月9日前往巴黎的机票,我猜起飞机率大约一半,但整体而言,我觉得是因为末日将至,所以…我想可能根本不会有飞机起飞。 |
14 | এলেনা_ডাব্লু১: ৯ই মে প্যারিসের জন্য আমার কাছে টিকিট আছে। | Allevtinka讽刺地回覆: |
15 | আমার মনে হয় সেই সময়ের সম্ভাবনা ৫০/৫০ হবে। কিন্তু সাধারণভাবে আমার মনে হয় দুনিয়া শেষ হয়ে আসছে, আমার মনে হয় ওড়ার মতো কোন বিমান থাকবে না। | 顺带一提,这座火山上回连续喷发两年(200年前),2010年加2年等于2012年 ? |
16 | আলেভতিঙ্কা তিরস্কার করে এর জবাব দিয়েছেন: হ্যাঁ! | 再简单不过了! |
17 | গত বার এই আগ্নেয়গিরি দুই বছর ধরে লাগাতার অগ্ন্যুৎপাত করছিল (২০০ বছর আগে)। তাই ২০১০+২=২০১২ - খুবই সহজ! | ingushetiya_ru引述《可兰经》里有关末日的内容: |
18 | ইঙ্গুশেতিয়া_রু কোরানের উদ্ধৃতি দিয়েছেন মহাপ্রলয় সম্পর্কে: | 当天空明显冒烟,末日即将到来。 |
19 | সেই দিনকে লক্ষ্য করেন যেদিন আকাশে ধোঁয়া দেখা যাবে। ইউরি - ইউম বলেছেন যে এই অগ্ন্যুৎপাত শেষ বিচারের দিন নয় বরং ব্যাভিচারের ফল। | Yuri-yum认为火山爆发不是因为世界末日,而是因为「所多玛城」的罪恶出现,他是指冰岛总理Johanna Sigurdardottir是全球第一位同性恋国家领袖。 |
20 | তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহান্না সিগুরদারদোটিরের ব্যক্তিত্বের সাথে তুলনা করছিলেন, যিনি বিশ্বে প্রথম সমকামী রাষ্ট্রনায়ক। মহা প্রলয়ের এই বিষয় ব্লগারদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। | 博客对末日话题颇感兴趣,有些人张贴Vladimir Manyukhin的照片,描绘莫斯科在「核冬天」(nuclear winter)后的景象。 |
21 | কেউ কেউ ভ্লাদিমির মানিয়ুখিনের ছবি প্রকাশ করেছেন যেখানে দেখান হয়েছে ‘পারমানবিক শীতের' পরে মস্কোর কি অবস্থা হবে তা: | 红场末日时分,照片来自Vladimir Manyukhin |
22 | কেয়ামতের পরে রেড স্কয়ার, ছবি তুলেছেন ভ্লাদিমির মানিয়ুখিন | dmitrivrubel提到: |
23 | ডিমিট্রিভ্রুবেল লিখেছেন: | 不如搭乘Eyjafjallajökull火山航空! |
24 | ‘এইয়াফিয়াল্লাজোকুল' এয়ারলাইন্সে উড়েন! | 为何机上没有歌曲、卡通或纪念品? |
25 | এখনো কেন কোন গান, কার্টুন বা উপহার নেই? | 因为Eyjafjallajökull先生和妻子Mirdal'sjekjudl'还在沉睡。 |
26 | দারুন একটা নাম - জনাব এইয়াফিয়াল্লাজোকুল আর তার স্ত্রী মিরদাল সেজেকজুদুল এখনো ঘুমাচ্ছেন। | 校对:Soup |