Sentence alignment for gv-ben-20090815-5066.xml (html) - gv-zhs-20090808-3406.xml (html)

#benzhs
1দক্ষিণপূর্ব এশিয়া: ইন্টারনেট ও জাতীয়তাবাদ东南亚:网络与民族主义交集
2অনেক দক্ষিণপূর্ব এশিয়াবাসী বিভিন্ন জাতীয়তাবাদী প্রচারণার জন্যে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার করছেন।
3এখন এমন কি সরকারী নেতারাও সাইবার স্পেসের পূর্ণ ব্যবহার করতে চাচ্ছেন তাদের দেশের সংহতি ও দেশাত্মবোধ বাড়াবার জন্য।
4এই ধারা আশা ব্যঞ্জক যেহেতু এটা সাধারণ নাগরিকদের সুযোগ দেয় বৃহত্তর সমাজের অংশ হিসেবে নিজেকে প্রকাশিত করার সুযোগ দিয়ে।
5তবে, উগ্র জাতীয়তাবাদ অনলাইন উদ্যোগও আছে যা দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক সংহতি গঠনে বাধা দেয়।东南亚地区许多民众都运用网络,推动各项民族主义运动,就连政府领袖亦尽量使用网络,以建立国内团结及爱国精神。
6সম্ভবত: ইন্দোচীনের আজকের সব থেকে বিতর্কিত ওয়েবসাইট হচ্ছে আইলাভথাইল্যান্ড. অর্গ।这股趋势令人欣喜,因为一般民众有机会展现对社群的归属感,不过网络上也有些极端民族主义的计划,阻碍东南亚走向区域团结目标。
7দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই ওয়েবসাইট তৈরি করেন।
8ওয়েবসাইটটি আরো চেষ্টা করে থাইদের একত্র আর উদ্বুদ্ধ করার জন্যে, যাদের অনেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কোন্দলের কারনে হতাশ হয়ে পড়েছেন।
9চ্যাং নোই এই ওয়েবসাইট প্রচারণাকে থাই সরকারের বিশাল প্রোপাগান্ডা উপায় হিসেবে অভিহিত করেছেন:
10কোন প্রচারণাই স্বীকার করে না যে এইসব বিভেদের পেছনে আসলে কোন কারণ থাকতে পারে। কোন প্রচারণাই এমন কারণের কোন সমাধান দেয় না।中南半岛地区最引起争议的网站,莫过于ilovethailand.org,该网站由泰国总理建立,希望提升国家的国际形象,亦期盼让泰国民众感到团结及激励,因为许多泰国人民已对国内政治斗争感到厌倦。
11কোনটাই স্বীকার করে না যে মানুষ রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়েছে তাদের নাগরিক দায়িত্ব ভেবে আর দেশের স্বার্থ তাদের মনে ছিল।
12দুটোই আসল সমস্যা কার্পেটের নীচে চাপা দিয়ে রাখতে চায় যেখানে এটা পচবে।Chang Noi认为泰国政府建立这个网站是种大规模宣传手段:
13ওয়েবসাইটটি বিতর্কের সৃষ্টি করেছে কারণ এখানে দাবী করা হয়েছে যে ক্যাম্বোডিয়ার কিছু অংশ থাইল্যান্ডের ‘হারানো ভূমি'।
14ক্যাম্বোডিয়া আর থাইল্যান্ড প্রাচীন প্রিয়াহ বিহার মন্দিরের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে বিরোধে লিপ্ত।
15এই ভূমি বিরোধ দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘাতের সৃষ্টি করেছে বেশ কয়েক বার।
16অনেক ব্লগার তাদের হতাশা ব্যক্ত করেছেন যে থাই সরকার দেশের ভিতরের লোকদের একত্র করতে চেয়েছেন অন্য দেশের সাথে সংঘাতকে উস্কিয়ে দিয়ে।
17তারা বিশ্বাস করেন যে নেটিজেনদের (নেট নাগরিকদের) উচিত না এই ধরনের ভুল সংস্করণের জাতীয়তাবাদকে তুলে ধরা।
18যেমন আশা করা হয়েছিল, ক্যাম্বোডিয়ার সরকার এই ওয়েবসাইট তৈরির জন্যে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছেন। এর ফলে একটা ক্যাম্বোডিয়াপন্থী ওয়েবসাইটও গঠিত হয়েছে: আইলাভখেমার.这场运动并未意识到国内分化的真正原因,运动亦未提出任何解决方案,更不觉得人们之所以加入政治运动,是觉得自己肩负公民责任,又或是心中重视国家利益,这场运动只想要掩盖真正问题,造成问题进一步恶化。
19অর্গ নামে। এই ওয়েবসাইট চেষ্টা করছে আইলাভথাইল্যান্ড.网站争议之处在于将柬埔寨部分领土划为泰国「失落的国土」。
20অর্গ এ কথিত মিথ্যা দাবীর প্রতিবাদ করে সত্য জানানো। থাইল্যান্ড আর ক্যাম্বোডিয়াতে আইলাভথাইল্যান্ড.数十年来,柬埔寨与泰国为了Preah Vihear这间寺庙的所有权争执不休,领土纷争也曾导致两国边界驻卫单位爆发多次暴力冲突。
21অর্গ আর আইলাভখেমার. অর্গ এই দুই ওয়েবসাইট বেশ জনপ্রিয় হয়েছে।许多博客对泰国政府很失望,竟为促进国家团结而挑衅其他国家,认为网友不该跟随此种错误民族主义。
22যদিও এটা একটা ভালো দিক যে দুই দেশ তাদের সীমান্ত সংঘাতকে সাইবার এলাকাতে এনেছে, এটা দুর্ভাগ্যজনক যে এই সাইবার যুদ্ধ দুই দেশে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করেছে।
23মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এরকম আর একজন নেতা যিনি সমাজে সংহতি আনার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বুঝেছেন।
24তার দৈনন্দিন কাজ ব্লগ আর টুইট করা ছাড়াও, প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজ্জাক ১মালায়শিয়া.
25কম. মাই সাইটটিকে সৃষ্টি করেছেন এই নেতার সাথে তার এলাকার মানুষের মধ্যে একটা যোগাযোগের প্লাটফর্ম হিসেবে ।一如预期,柬埔寨政府为此网站提出外交抗议,也建立一个支持柬埔寨的网站:ilovekhmer.org,希望藉此揭露ilovethailand.org里的不实说法。
26প্রধানমন্ত্রীর স্লোগান হল “১ মালয়েশিয়া: মানুষ আগে, কাজ কর এখনই”।这两个网站在两国都成为相当热门的入口网,虽然两国将边界争议带入网络或许是好事,很遗憾也导致种族主义言论出现。
27এর মধ্যে মালয়েশিয়ার গণতন্ত্রপন্থী কর্মীরা তাদের নিজেদের সাইবার প্রচারণা শুরু করেছেন “১ব্লাকমালয়েশিয়া: গণতন্ত্র প্রথম, নির্বাচন এখন” নামে। তারা বিশ্বাস করেন যে নতুন নেতা মালয়েশিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ছোট করেছেন।马来西亚总理也注意到能运用网站促进社会团结,纳吉(Najib Abdul Razak)除了在博客及Twitter记录日常活动外,他也推出1Malaysia.com.my网站,做为他和选民的「互动平台」,总理先前竞选时,也以「马来西亚第一:人民优先、立即表现」为口号。
28এই মাসের প্রথম দিকে, এই দল ফেসবুক গ্রুপ আর ব্লগ ঠিক করেছেন মালয়েশিয়াবাসীকে উৎসাহিত করতে যাতে তারা “কোথায় গণতন্ত্র?” প্লাকার্ড সৃষ্টি করে ওয়েবে আপলোড করেন ।马国亲民主人士亦推出网络活动,主题为「黑色马来西亚第一:民主优先、立即选举」,认为新总理戕害国家民主体制,该团体亦于八月初成立Facebook及博客页面,鼓励马国民众制作「民主在哪里?」
29ইন্দোনেশিয়া প্রমাণ করেছে যে জাতীয় সমস্যা নেটিজেনদেরকে একত্র করতে পারে।的标语照片,再上传至网络。
30গত মাসের ভয়ংকর বোমা বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে ইন্দোনেশিয়ার টুইটারকারীরা “আমরা ভীত নই” টুইট পাঠানো শুরু করেন। কয়েক দিন ধরে, #ইন্দোনেশিয়াইউনাইট হ্যাশট্যাগ সব থেকে ব্যস্ত বিষয় হয়ে দাঁড়ায় টুইটারে।印度尼西亚亦证明国家悲剧能团结网友,首都雅加达(Jakarta)上个月发生死亡爆炸案后几小时,印度尼西亚Twitter用户开始发送「我们不恐惧」讯息,连续几天,#indonesiaunite标签都是Twitter最热门的话题,Plurk与Facebook用户也纷纷将头像改用红白印度尼西亚旗帜做为象征,当地博客也发现透过微博客,能够激发民众采取行动,对于对政治冷漠的印度尼西亚年轻人出声谴责恐怖攻击,许多分析员都印象深刻。
31প্লার্ক আর ফেসবুক ব্যবহারকারীরা তাদের অবতার (প্রোফাইল ছবি) পরিবর্তন করে ইন্দোনেশিয়ার পতাকার লাল আর সাদা ধারণ করেন। স্থানীয় ব্লগাররা মাইক্রোব্লগিং সাইটের ব্যবহারের সুবিধা বুঝেছেন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে।今年稍早,菲律宾Plurk用户透过PayPal汇集捐款协助民答那峨(Mindanao)水灾灾民,另为纪念上周末过世的前总统,Twitter用户在头像加上黄丝带;人们为反对修改菲国自1987年实施的宪法,发动网络连署,已获得数十万人支持与签名,尤其以Facebook为多。
32বিশ্লেষণকারীরা মুগ্ধ ছিলেন যে অরাজনৈতিক তরুণ ইন্দোনেশিয়ানরা অন্যান্য বুদ্ধিজীবী ইন্দোনেশিয়ানদের সাথে মিলিত হয়েছেন জাকার্তার সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে।
33এই বছরের শুরুর দিকে ফিলিপিনো প্লার্কাররা মিন্দানাও এর বন্যায় আক্রান্তদের জন্য পেপালের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করেছেন ।
34গত সপ্তাহে মারা যাওয়া ভূতপূর্ব একজন প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে, টুইটার ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের ছবিতে হলুদ টুইবন যুক্ত করেছেন।
35অনলাইন আবেদন দেশের ১৯৮৭ এর সংবিধানের সংশোধনের বিরুদ্ধে হাজার হাজার সই আর সমর্থক যোগাড় করতে পেরেছে, বিশেষ করে ফেসবুকে।
36ভিয়েতনামে আরো বেশী ইন্টারনেটের স্বাধীনতার জন্য লবির প্রচেষ্টা আর প্রচারণা করা হচ্ছে। ওয়েব প্রচারণার সংখ্যা অসংখ্য যেখানে মিয়ানমারের বিরোধী ব্যক্তিত্ব অং সাং সু কি কে সমর্থন করা হচ্ছে।人们也积极在越南推动及游说增进网络自由,网络上支持缅甸在野阵营领袖翁山苏姬(Aung San Suu Kyi)运动者众;汶莱博客已组织多项募款行动,以支持体育队伍、水患灾民及环保团体。
37ব্রুনাই এর ব্লগাররা বিভিন্ন চাঁদা তোলার কার্যক্রম ঠিক করেছে খেলার দল, বন্যা আক্রান্ত আর পরিবেশ বাদী দলের সুবিধার্থে। ইন্টারনেটে জাতীয়তাবাদ একটা জনপ্রিয় কিন্তু বিতর্কিত বিষয়।民族主义在网络上总是热门但带有争议的话题,东南亚政治人物与反政府团体持续善用网络,不断推动民族主义行为,截至目前为止,网络现象尚称正面,扩大一般民众的政治参与机会,但若激发种族主义与仇外情结,即会造成反效果。
38দক্ষিণপূর্ব এশিয়ার রাজনীতিবিদ আর সরকার বিরোধী দল লাগাতার দৃঢ়ভাবে ইন্টারনেটকে ব্যবহার করছেন জাতীয়তাবাদী কার্যক্রম চালানোর জন্য।
39এই ওয়েবের ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ এটা সাধারণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণ প্রসারিত আর উন্নত করে।假若政治人物发动可议的民族主义运动,只为掩盖自己的过错,就令人相当不满,网络至今仍是个很好的工具与平台,能让真诚的个人及团体鼓吹民族主义等严肃课题,东南亚网络用户不该让少数人击溃网络解放大众的潜力。
40কিন্তু এটা খারাপ যখন এটা জাতীয়তা ভেদ আর ভীতি সৃষ্টি করে।校对:Soup
41এটা কু রুচির ব্যাপার যখন রাজনীতিবিদরা ওয়েবকে ব্যবহার করেন তাদের কুকর্ম লুকাতে প্রশ্ন সম্বলিত জাতীয়তাবাদী কার্যক্রম শুরু করে।
42জাতীয়তাবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রচারের জন্য আন্তরিক ব্যক্তি আর দলের জন্য ইন্টারনেট একটা ভালো মাধ্যম আর প্লাটফর্ম হিসেবে কাজ করে ।
43এই অঞ্চলের নেটিজেনদের উচিত না কোন একটা ব্যক্তি কে বিশ্বব্যাপী ওয়েবের সম্ভাবনা কে পরাজিত আর কলুষিত করতে দেয়ার।