Sentence alignment for gv-ben-20080211-635.xml (html) - gv-zhs-20080212-901.xml (html)

#benzhs
1পূর্ব তিমুরঃ আততায়ী হামলায় প্রেসিডেন্ট আহত
2পূর্ব তিমুরে থাকা ব্লগাররা লিখেছেন আজ সকালে সেখানের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার উপর আততায়ী হামলা হয়েছে।
3ডিলিজেন্স ব্লগের ব্লগার লিখেছেন:东帝汶:总统遇袭负伤
4রাষ্ট্রপতির বাড়ির কাছে থাকে এমন একজন বন্ধু ( দিলির কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে) আমাকে সকাল ৭টায় ফোন করে বলেছে যে প্রায় ১৫ মিনিট ধরে বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে।
5মনে হচ্ছে বন্দুক যুদ্ধ শুরু হয়েছে সকাল ৬:৩০ এর দিকে তবে সংঘর্ষ শুরু হয়েছে মনে হচ্ছে আরো আগে থেকে।
6আধ ঘন্টার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে আর এখন পর্যন্ত পরিস্থিতি সেরকমই আছে।
7ডিলিজেন্স যে এলাকায় হামলা হয়েছে তার একটা ম্যাপ দিয়েছে। জানানা রিপাব্লিক পরবর্তী ব্লগ যা এই ঘটনার কথা জানিয়েছে:东帝汶部落客记录了总统霍塔(Jose Ramos Horta)遇袭事件,部落格Diligence提到:
8ফোন গুলো পাগলের মত বাজছে আর এসএমএস প্রচুর হচ্ছে। আমরা অসমর্থিতভাবে সকাল ০৭:৪৫ এর দিকে এই খবর পেলাম।总统寓所位于首都迪力(Dili)市中心东方约五公里处,一位住在寓所附近的朋友今天早上七点钟打电话给我,跟我说当地发生约15分钟的枪声,枪战约莫于早上六点三十分开始,不过冲突应该更早爆发,半个小时之内,安全部队便全面升高警戒,目前仍是如此。
9কর্মীরা যখন কাজে আসল তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম।Diligence也张贴了攻击事件地点的地图。
10আমরা এখন সম্ভাব্য ফলাফলের জন্য অপেক্ষা করছি।Xanana Republic接着也提到同一起事件:
11যদি সত্যি সত্যি আলফ্রেদো মারা গিয়ে থাকে তাহলে আমরা ভাবছি যারা আলফ্রেদোকে মুক্তিযোদ্ধা ভেবে পুঁজো করে তাদের প্রতিক্রিয়া কি হবে।
12যে “আলফ্রেদো” রিনাদোর কথা ব্লগার বলছেন তিনি একজন উচ্চ পদস্থ সেনা সদস্য যে পূর্ব তিমুরের সেনা বাহিনী ত্যাগ করেছিল যখন ৬০০ সৈন্যকে চাকুরি চ্যুত করা হয়।
13তার এই ত্যাগের কারন পূর্ব তিমুরের সেনাদের চাকুরি চ্যুত সেনা সদস্য আর বেকার যুবকদের উপর নির্যাতন করার প্রতিবাদ হিসেবে ছিল।
14তাকে ২৬ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এক মাস পর সে জেল থেকে পালায়। অস্ট্রেলিয়ার কমান্ডোর সহায়তায় তাকে ধরার জন্য ২০০৭ এর শুরুতে একটা অভিযান করা হয়।电话铃声从未间断,简讯更是塞爆,我们在大约七点四十五分闻讯,不过当时消息未获证实,老板请已至公司的员工先回家,我们现在正等待有无后续消息,若游击队领袖雷纳多(Alfredo Alves Reinado)确实因此身亡,不知道国内将他视为自由斗士的民众会有何反应。
15এপ্রিল ২০০৭ এ তা বন্ধ করা হয় তার সাথে আলোচনা করার জন্য। জানানা রিপাব্লিক পরে একটি তাজা খবর দিয়েছেন:雷纳多原本是军方高阶将领,后来东帝汶部队裁员六百人后,他就带着一支队伍成为游击队,雷纳多声称军队使用暴力镇压遭裁员的军人与失业青年,因此自 己决定离开军方,他曾于2006年7月26日被捕,不过一个月后逃狱成功,军方曾于2007年初与澳洲部队合作,希望逮捕雷纳多,不过同年4月为与游击队 展开对话,围捕行动便告终止。
16এখন পর্যন্ত আমরা শুনেছি যে যে. আর.Xanana Republic当天又更新消息:
17এইচকে (হোসে রামোস হোর্তাকে) দুইবার গুলি করা হয়েছে, যার মধ্যে একটি তার পেটে লেগেছে।
18দিলিতে আইএসএফ হাসপাতালে হেলিপোর্টে তার অপারেশন হযেছে। তাকে ডারউইনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা হবে।目前所知霍塔身中两枪,至少仍有一颗子弹留在腹部,正在迪力直升机机场的ISF医院进行手术,之后应会送往澳洲达尔文(Darwin)做进一步治疗。
19তার বাড়ির উপর হামলা প্রসঙ্গে; আগে যা ভাবা হয়েছে , মনে হচ্ছে হোসে রামোস হোর্তার সকালের হাটার সময় হামলা করা হয়েছে। ৩০০ মিটার দূরে থাকা এক বন্ধু জানিয়েছে যে ০৬:৫০ থেকে বন্দুকযুদ্ধ হচ্ছিল।攻击事件发生在霍塔寓所,正如外界猜测,当时他正在每日固定晨跑,一位住在现场不到300公尺远的朋友表示,枪战发生于早上六点 五十分左右,依据不同的通讯及广播消息,歹徒是从两部驶过的车辆上开枪,东帝汶广播电台报导,雷纳多确实在枪战中身亡,不过他并非歹徒,他受邀前往霍塔的 寓所已达一个星期,攻击事件发生时,雷纳多本来冲出屋外想制止,但遭波及身亡。
20বিভিন্ন রেডিও সূত্র থেকে মনে হচ্ছে দুটি গাড়ি সামনে থেকে যাওয়ার সময় গুলি করেছে।
21রেডিও তিমুর লেস্তে জানিয়েছে যে আলফ্রেদো রিনাদো আসলেই গোলাগুলিতে মারা গিয়েছে কিন্তু সে আক্রমণকারী ছিল না বরং যে.
22আর. এইচ এর বাড়িতে সে অতিথি হিসেবে এক সপ্তাহ ছিল আর হামলার সময় ছুটে বেরিয়ে এসেছিল তা থামানোর জন্য।文章内还记录首都迪力当地的最近情况,总统目前身受重伤,正在澳洲达尔文的医院内。
23এই লেখায় পূর্ব তিমুর এর রাজধানী দিলির পরিস্থিতি নিয়েও লেখা আছে।
24প্রেসিডেন্ট অষ্ট্রেলিয়ার ডারউইনের একটা হাসপাতালে আছেন, সংকটাপন্ন অবস্থায়।