# | ben | zhs |
---|
1 | সমকামী বিয়েকে বৈধতা দিল উরুগুয়ে | 乌拉圭:同性婚姻合法化 |
2 | সমকামী বিয়েকে বৈধতা দানকারী দ্বিতীয় লাতিন আমেরিকান দেশে পরিণত হয়েছে উরুগুয়ে। | 乌拉圭成为拉丁美洲第二个合法化同性婚姻的国家。 |
3 | গত ১০ এপ্রিল ২০১৩ তারিখে ব্যাপক আলোচনার পর ৯২ টি ভোটের মধ্যে পক্ষে ৭১ টি ভোট পেয়ে আইন প্রণেতারা কংগ্রেসে এই বিলটি পাস করিয়েছেন। সেখানে বিবাহ কে সংজ্ঞায়িত করা হয়েছে “একই বা বিপরীত লিঙ্গের দুটি মানুষের মধ্যে স্থায়ী মিলন” হিসেবে। | 2013年4月10日,乌拉圭下议院以总数92票中71票赞成的大幅差距,通过同性婚姻合法化的法案,该法案将婚姻定义为“同性或异性双方之间的永久结合”。 |
4 | দেশটির সিনেটের উচ্চকক্ষ গত সপ্তাহে প্রস্তাবটির অনুমোদন দিয়েছে। | 上议院已于前一周通过提案。 |
5 | প্রেসিডেন্ট জোসে মুজিকাকে বিলটির জন্য চাপ দেত্তয়া হয়েছে। | 推动此法案的总统何塞. |
6 | আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সেটিকে আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। | 穆希卡(Jose Mujica),可望在接下来两周内签署法案使之生效。 |
7 | উরুগুয়ে এখন সমকামী বিবাহ অনুমোদনে বিশ্বের ১২ তম দেশ এবং ২০১০ সালে আর্জেন্টিনা এটিকে বৈধতা দানের পরে এ অঞ্চলে দ্বিতীয়। | 乌拉圭现在是世界上第12个肯认同性婚姻的国家,也是拉丁美洲继阿根廷于2010年合法化后的第二个国家。 |
8 | সমর্থকরা বিধানসভা প্রাসাদের ভিতরে এবং বাইরে জড়ো হয়ে তা উদযাপন করেছেন। | 支持者齐聚国会内外欢庆此事。 |
9 | সাংবাদিক ফাবিয়ান কারডোযো ভোটের পরে উল্লাসিত জনতার একটি ছবি শেয়ার করেছেনঃ | 记者Fabian分享了一张投票后群众欢呼喝采的照片: |
10 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন ফাবিয়ান কারডোজো (@ফাকারডোজো) | 照片分享自Fabian Cardozo (@facardozo)的推特。 |
11 | ক্ষমতাসীন ব্রড ফ্রন্ট পার্টির অন্তর্ভুক্ত একটি বাম রাজনৈতিক দল দ্যা মুভমেন্ট ফর পপুলার পারটিসিপেশন, ফেসবুকে একটি ছবির অ্যালবাম [স্প্যানিশ] শেয়ার করেছে। | 左翼执政政党“广泛阵线”所属的“人民参与运动”政党,于脸书上分享相簿,里头有更多的照片。 |
12 | ছবিটি মভিমেন্টো দে পারটিসিপাসিওন ফেসবুকে শেয়ার করেছে | 照片分享自“人民参与运动”政党脸书页面。 |
13 | স্পেন থেকে পেড্রো জেরেলোর (@পেড্রো_জেরেলো) মতো অন্যান্য দেশের টুইটার ব্যবহারকারীরা এই অভিযানের জন্য উরুগুয়েকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেঃ | 来自其他国家的推特用户恭喜并感谢乌拉圭的这个举动,譬如来自西班牙的Pedro Zerolo (@Pedro_Zerolo): |
14 | ধন্যবাদ, উরুগুয়ে। | 谢谢你,乌拉圭。 |
15 | সমকামী বিয়ে বৈধতা দানে ১২ তম দেশ। | 第12个认可婚姻平等的国家。 |
16 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন @পেড্রো_জেরোলো। | 照片分享自@Pedro_Zerolo的推特。 |
17 | এছাড়াও নেটিজেনরা হ্যাশট্যাগ #matrimonioigualitarioUY (উরুগুয়েতে সমান বিবাহ) [স্প্যানিশ ভাষায়] এর অধীনে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। | 网友也在#matrimonioigualitarioUY (乌拉圭婚姻平等)这个标签下,分享对此事的感想[西]: |
18 | উরুগুয়ের টুইটার ব্যবহারকারী টোডারো (@টোডারো) [স্প্যানিশ ভাষায়] লিখেছেন: | 乌拉圭推特用户Teodora (@t_odora)[西]写道: |
19 | @টোডারোঃ আজ হচ্ছে সেসব দিনগুলোর মধ্যে একটি দিন যখন আপনি নিজেকে কোন ধরণের প্রশ্ন ছাড়াই উদযাপন করতে পারেন। | @t_odora:今天就是那种必须庆祝且不需质疑的一天。 |
20 | সংগ্রাম সফল হয়েছে। | 奋斗会有结果,努力会有回报 #matrimonioigualitarioUY |
21 | কঠিন পরিশ্রম কাজে দিয়েছে। #matrimonioigualitarioUY | 音乐人German Bernardez (@GodFatter) 说[西]: |
22 | সঙ্গীতজ্ঞ জার্মান বারনারদজ (@গডফ্যাটার) [স্প্যানিশ ভাষায়] শেয়ার করেছেন: | @GodFatter:从今天起,身为乌拉圭人我感到更加自豪。 |
23 | @গডফ্যাটারঃ আজ থেকে উরুগুয়ান হিসেবে আমি গর্বিত। | 乌拉圭通过#MatrimonioIgualitarioUY。 |
24 | উরুগুয়ে #MatrimonioIgualitarioUY অনুমোদন দিয়েছে। | 每一天都更为公平的国家。 |
25 | ব্যবহারকারী @কোলোওলম্যান [স্প্যানিশ ভাষায়] যোগ করেছেনঃ | 于此同时,用户@colowolman[西]则补充说: |
26 | @কোলোওলম্যানঃ এটা সত্য যে, সংসদ এই সমাজের উন্নতি করতে পারে এমন কিছু কাজ করল। #matrimonioigualitariouy | @colowolman:事实就是,国会该做些可以改善我们社会的事情了#matrimonioigualitariouy |
27 | অনলাইনে এবং রাস্তায় ইতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও দেশের সবাই এটি উদযাপন করেনি। | 尽管有这些来自网络与大街上的正面反应,国内并非所有人都欢庆这件事。 |
28 | এল এসপেকটাডোর রিপোর্ট [স্প্যানিশ ভাষায়] করেছেন যে, উরুগুয়ের ক্যাথলিক চার্চ যুক্তি দিয়েছে, আমাদের সমাজের আইনি ব্যবস্থায় আইনের ‘আরও অবনতি হচ্ছে'। অথচ পরিবারিক প্রতিষ্ঠানের ‘সম্মান ও সুরক্ষা'র উপর ‘তার অস্তিত্ব প্রতিষ্ঠিত', যেটি ‘আমাদের সমাজে সাংবিধানিক ভিত্তি'। | El Espectador报导[西]指出,乌拉圭天主教教会认为“国内法律制度的存在,是为了‘尊重且维护'家庭制度,也是‘我国社会的宪法基础',该法是法律制度的‘进一步受挫'。” |