Sentence alignment for gv-ben-20100217-9597.xml (html) - gv-zhs-20100216-4680.xml (html)

#benzhs
1হাইতি: কেন সকল গল্প এতিমদের নিয়ে ? একমাস আগে সাত মাত্রার এক ভূমিকম্প দক্ষিণ হাইতির বেশিরভাগ এলাকা ধ্বংস করে ফেলে।海地:孤儿领养与报导何来?
2অনেকের কাছে হাইতির শিশু, বিশেষ করে এতিম শিশুরা এখন প্রধান ঘটনার ক্ষেত্রে অনেক চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
3কিন্তু এই বিষয়ে হাইতির কণ্ঠস্বর খুব সামান্য।海地南部多数地区受规模7.
4টেলিগ্রাফ২১ এই লম্বা ভিডিও সংবাদটি পোস্ট করেছে। ভূকম্পনের পরপরই এই ভিডিওটি ধারণ করা হয়।0强震重创至今已届一个月,全球各地媒体许多都将孤儿及儿童未来命运做为报导焦点,但外界却鲜少听见海地民众对此事的看法。
5এই ভিডিওতে দুটি এতিমখানার ম্যানেজার বা ব্যবস্থাপকের সাক্ষাৎকার রয়েছে, যারা এই বিষয়ে কথা বলেছেন।Telegraph21在 强震事发后几天,拍摄这段长篇影音报导,其中海地两位不同孤儿院的负责人受访时,展现出两种大不相同的态度。
6তবে এই বিষয়ে উভয়ের দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন। ২. ৩০ মিনিটে হাইতির এক নামহীন স্থানে অবস্থিত এক এতিমখানার ম্যানেজার হাইতির শিশুদের উপর সবার আগ্রহ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, বিশেষ করে এর আগে এদের নিয়ে তেমন একটি সবাই চিন্তা করত না।影片2分30秒时,海地某处孤儿院负责人不满 外界先前漠不关心,此刻却突然对海地儿童兴趣大增,每天都有外国家庭询问领养事宜,她表示,「我根本不回覆,你们听好,我不想接到任何灾后领养案件」。
7বিদেশী পরিবারগুলো এখনকার বাচ্চা দত্তক নিতে চাচ্ছে। এই ঘটনাটি প্রতিদিনকার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।Ledice在另一间孤儿院照顾60名孩童,看法则完全相反,希望加速领养程序,并提到政府部门核准领养的速度太慢,连震灾发生前已在处理的个案都受影响,她认为,「现在是人道考量,应该先让孩子离开,文件后补」。
8তিনি বলেন “আমি এমনকি এক্ষেত্রে তেমন উত্তর প্রদান করি না”। সকলেই শুনুন, ভূমিকম্প পরবর্তী কোন অনুরোধ আমি গ্রহণ করতে রাজী নই।无论是主流媒体或其他媒体,最近关注孩童情况的原因,大多在于美国教会团体被捕,并遭指控企图将33名海地儿童送往多明尼加一案,不过也有更多不同论辩。
9লিডিস তার বিপরীত ভাবনার অধিকারী। তিনি ভিন্ন এক এলাকায় ৬০ জন শিশুর যত্ন নেন।Conducive博客时常报导国际领养议题,其中指出,过去因危机而匆促处理领养案件,往往造成后续问题:
10তিনি দ্রুত এই সমস্ত শিশুদের নতুন এলাকায় স্থানান্তর করার জন্য আহ্বান জানান। তারা এমন এক শহরে বাস করেন যেখানে সরকারি ব্যবস্থাপনায় দত্তক প্রদান করার বিষয়টির ঘাটতি রয়েছে, এমনকি বিপর্যয়ের আগেও পরিস্থিতি একই ছিল।过去也曾发生因灾害而急忙另外安置孩童的例子,例如越南战争后的Babylift行动中,美国政府于1975年西贡沦陷 后,仓促 把近3000名儿童带逃越南,之后美国法庭历经无数生父母与养父母互讼官司多年,生父母宣称他们从未答应领养,养父母强调一切程序合法,相关学者认为,类 似情况如今又在海地儿童身上出现。
11“এখন এটি মানবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে”। তিনি বলেন, “শিশুদের এখান থেকে নিয়ে যান।ResistRacism在「孤儿、孤儿、孤儿!」
12কাগজপত্রের বিষয়টি পরে দেখা যাবে”।一文中写得更明确:
13শিশুদের উপর সম্প্রতি মূলধারা বা এর বাইরের সবাই মনোযোগ প্রদান করেছে।多少未来养父母已经过跨文化、跨种族领养训练?
14চারদিকে প্রচারিত হওয়া আমেরিকান চার্চ গ্রুপের সদস্যদের গ্রেফতার হবার ঘটনার পর থেকে এই মনোযোগ প্রদানের বিষয়টি বেড়ে যায়।
15গত সপ্তাহে হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে নিয়ে যাবার সময় ৩৩টি শিশুকে আটক করা হয়। এই বিষয়টি নিয়ে বড় আকারের বিতর্ক শুরু হয়েছে।文章先前提到的一对父母还不知道如何照顾黑发,而养子女即将到来,你觉得他们想过其他种族及文化相关议题吗?
16কনডিউসিভ, একটি দলগত ব্লগ, যারা ক্রমাগত আন্তর্জাতিকভাবে দত্তক নেবার বিষয়ে বিতর্ক করে যাচ্ছে ।我还没提到创伤的影响,这个题目太大,但我认为一般人无法处理孩童心里的巨大创伤。
17তারা জানাচ্ছে, এর আগে বিভিন্ন বিপর্যয়ের সময় দ্রুততার সাথে শিশু দত্তক দেবার বিষয়টি ভুলভাবে পালন করা হয়েছে:
18বিপর্যয়ের সময় শিশুদের সেই এলাকা থেকে সরিয়ে ফেলার বিষয়টি নতুন নয়।为何领养机构没想过募集海地裔的养父母?
19ভিয়েতনাম যুদ্ধের পর অপারেশন বেবিলিফ্ট-এর মাধ্যমে ভিয়েতনামে এই বিষয়টি ঘটতে দেখেছি।或是拥有处理创伤经验的养父母?
20সেখানে ১৯৭৫ সালে সায়গনের পতনের পর আমেরিকান সরকার দ্রুততার সাথে প্রায় ৩,০০০ টি শিশুকে তাদের মাতৃভূমি থেকে সরিয়ে নেয়।
21এরপর থেকে জন্মদাতা পিতামাতা এবং দত্তক নেওয়া বাবামার মধ্য বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলতে থাকে।
22জন্মদাতা পিতামাতা জানান, তারা কখনোই শিশুকে দত্তক দেননি।同一篇文章也提出另一种解决方案:
23অন্যদিকে দত্তক নেওয়া বাবা-মা জানায়, তারা আইনি প্রক্রিয়ায় শিশুটিকে দত্তক নিয়েছেন। এখন হাইতির শিশুদের দ্রুত দত্তক নেবার ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা দেখা দেবে।还有一种更进一步的作法:若部分「孤儿」要送交他人收养,是因为生父母没有余力照顾,何不将全家人都从海地送往美国?
24একটি পোস্টের শিরোনাম; এতিম, এতিম, এতিম!, এখানে রেজিস্টরেসিজম ব্লগ আরো সুর্নিদিষ্ট করে বলছে:若认真从孩童福祉着眼,这不是让全家人同住的最佳方法吗?
25মিশ্র সংস্কৃতি এবং আন্তঃবর্ণের শিশুদের দত্তক নেবার ক্ষেত্রে দত্তক নেওয়া বাবা-মায়ের কতজনের দৃষ্টিভঙ্গিতে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি থাকে?
26(উপরে সেই একই বাবামার কথা উল্লেখ করা হয়েছে [পোস্টটিতে] যারা কালো শিশুর চুলের যত্ন নেবার ব্যাপারে বিস্ময় প্রকাশ করে থাকে।
27এখন, যখন ভদ্রমহিলা একটা শিশুকে দত্তক নিচ্ছে, তখন কি মনে হয় যে তিনি বর্ণ বা সংস্কৃতির ভিন্ন বিষয়গুলো নিয়ে চিন্তা করছে?)(
28এমনকি মানসিক আঘাতের বিষয়টি নিয়ে আমাকে শুরু করতে বলবেন না. আলোচনার জন্য এই বিষয়টি অনেক বড় ব্যাপার।但这也无法满足其他家庭的需求,因为有些好人家也想拯救孤儿。
29কিন্তু এই বিষয়ে আমার মতামত হল, সাধারণ ব্যক্তিরা একটি মানসিক আঘাতে বিপর্যস্ত শিশুর যত্ন নেবার জন্য যথাযথভাবে তৈরি নয়।) দত্তক প্রদান করা প্রতিষ্ঠানগুলো কেন হাইতির বংশদ্ভূত নাগরিকদের এই সমস্ত এতিম শিশুদের দত্তক নিতে অনুরোধ করে না?海地国内名为「Restavek」的寻亲组织也是一大问题,Repeating Islands博客在震灾前一篇文章指出,在这个制度下,「由于家里无力照顾,便将孩童送往较富有的亲戚或陌生人家中,用劳力换取食物、住处及教育」,结果却犹如奴隶制,她引述联合国官员去年前往海地调查相关情况的报告:
30যে সমস্ত ব্যক্তিরা এই বিষয়ে অভিজ্ঞ, যারা মানসিক আঘাতকে নিরাময় করতে সক্ষম? এই পোস্ট আরো সৃষ্টিশীল এক সমাধান প্রদান করেছে।…尽管让孩子与其他亲戚同住的模式在海地运作已久,如今「受雇人员却在全国遍寻孩童,要偷渡至海地国内外,这种情况已严重危害孩童最基本的权利」。
31এখানে একটা বিচিত্র চিন্তা রয়েছে: যদি এই সমস্ত শিশুদের দত্তক নেবার জন্য দিয়ে দেওয়া হয়, কারণ যেহেতু তাদের বাবামা তাদের ভরণপোষণ করতে পারছে না, তা হলে আমরা পুরো পরিবারটিকে বিমানে করে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে পাঠাই না কেন?
32যদি আমরা সত্যিকার অর্থে শিশুদের মঙ্গলের কথা বিবেচনা করি, তা হলে তাকে তার পরিবারের সাথে রেখে দেওয়াই সবচেয়ে উত্তম নয় কি?
33কিন্তু বিষয়টি অন্য যে সমস্ত পরিবার শিশু দত্তক নিতে চায়, তাদের চাওয়াকে পুরণ করে না। আপনি বুঝতে পারছেন, সেই সমস্ত পরিবার, যাদের ইচ্ছা অনাথ শিশুদের রক্ষা করবে।过去两星期以来,多数致力于灾后儿童照顾的国际机构均反对仓促领养海地儿童,「国际红十字会」在一份声明稿中访问一位儿童保护专员,他认为应优先想办法帮助儿童找到亲属,领养则为最后之道:
34হাইতির রেসটাভেস (অনেক সময় তাকে রেসটাভাক নামে জানা যায়) পদ্ধতি নতুন করে সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে, যা একই সঙ্গে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
35ভূমিকম্পের পূর্বে পোস্ট করা এক লেখায় রিপিটং আইল্যান্ড এই পদ্ধতি সম্বন্ধে বলেছিলে, “যে সমস্ত বাবা-মা তাদের সন্তানকে পালন করতে পারেন না, তারা সন্তানকে তাদের তুলনামূলক বিত্তশালী আত্মীয়ের কাছে অথবা কোন অচেনা পরিবারে বাস করতে পাঠায়, যেখানে তারা কাজের বিনিময়ে খাবার, আশ্রয় এবং শিক্ষা লাভ করতে পারে।
36এই বিষয়টি অনেকটা দাসত্বের সমান।
37ভদ্রমহিলা জাতি সংঘের এক তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি উল্লেখ করেন, রেসটাভেস বিষয়ে তদন্ত করার জন্য যিনি গত বছর হাইতি ঘুরে দেখেন। তিনি বলেছিলেন:…将孩童救出来之后,我们有很明确要遵守的程序:孩童应尽量由认识他们的亲戚或友人陪伴,必须详细记录孩童特征,家人也必须知道谁将孩子带往何处;可惜有些孩童获救时过度匆忙,并未记录任何细节。
38……অন্য পরিবারে সন্তানকে পাঠানোর মত ব্যাপার হাইতিতে অনেক লম্বা সময় ধরে চলে আসছে।
39তবে, বর্তমানে যাদের টাকা দিয়ে এই কাজের জন্য নিয়োগ করা হয়, তারা দেশটি শিশুর খোঁজে চষে বেড়ায়, যাতে সেই শিশুটিকে দেশের ভেতরে বা বাইরের কোন পরিবারের কাছে পাচার করে দিতে পারে।
40এই কাজটি শিশুর মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। গত দুই সপ্তাহে হাইতিতে যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিপর্যস্ত শিশুদের যত্নের নেওয়ার কাজের সাথে জড়িত তারা জানিয়েছে এসব প্রতিষ্ঠান দ্রুত দত্তক নেবার বিরোধী।Save the Children、世界展望会、红十字会灾害基金(独立于国际红十字会之外)等援救团体发表联合声明,反对急切援救与领养,联合国儿童基金会立场亦然。
41আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতি প্রদান করেছে। এটি করেছে সেই প্রতিষ্ঠানের শিশু নিরাপত্তা প্রদান বিভাগের এক কর্মকর্তা।故目前争议何在,一个新教徒领养团体与孩童在边境遭到阻挡,部分人士主张以国际领养散播自身宗教观;其他基督教博客则较为谨慎,Christianity Today便反对匆促处理国际领养问题:
42এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “হাইতির শিশুদের হাইতিতে থাকা পরিবারের সাথে যুক্ত করে রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য সর্বশেষ যে উপায়টির কথা ভাবা হবে, তা হল তাদের দত্তক দিয়ে দেওয়া। …..
43এটি এমন এক পরিস্থিতি, যখন কোন শিশুকে তার নিজস্ব এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে, সেক্ষেত্রে সুস্পষ্ট কিছু নিয়ম পালন করত হবে: এই শিশুটির সাথে একজন থাকবে যে তার আত্মীয় বা সেই ব্যক্তিটি দত্তক নেওয়া পরিবারটিকে জানে।
44যদি সম্ভব হয় তা হলে শিশুটির সকল বৃত্তান্ত নিবন্ধন করতে হবে এবং তাদের পরিবারকে অবশ্য জানাতে হবে শিশুটিকে কোথায় পাঠানো হচ্ছে এবং কে তাকে দত্তক নিচ্ছে।
45তবে দুর্ভাগ্যজনকভাবে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক শিশুকে দত্তক দেবার সময় তার সম্বন্ধে বিস্তারিত তথ্য রাখা হয় না।
46দাতা সংস্থা যার মধ্যে রয়েছে সেভ দি চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন এবং রেড ক্রস ডিজাস্টার ফান্ড (এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রেডক্রসের কোন সহযোগী কোন সংস্থা নয়)।
47তারা সবাই এক যৌথ বিবৃতিতে কোন শিশুকে এখান থেকে বাইরে পাঠানো বা দত্তক দেবার বিষয়টির বিরোধিতা করেছে। ইউনিসেফের ভাবনাও একই।在如此灾害之后的几个月内,我们不希望将孩子带离当地,因为家属可能还在寻找他们,2004年南亚大海啸之后,许多年幼孩童无法辨识亲属,所幸透过DNA鉴定及其他途径,许多孩子最终都能回到亲人身边。
48তা হলে বিতর্ক কোথায়? সীমান্তে কিছু শিশুকে আটকানো হয়।校对:Soup
49এই শিশুদের বাইরে নিয়ে যাবার ক্ষেত্রে প্রটেস্টান চার্চ এডাপটেশন গ্রুপ যুক্ত ছিল।
50তাদের কেউ কেউ আন্তর্জাতিকভাবে দত্তক নেবার কথা বলে, যার মানে তারা তাদের নিজস্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেবার চেষ্টা করছে।
51অন্য সব ধর্ম প্রচারক খ্রীস্টান ব্লগ এ ব্যাপারে অনেক বেশ সতর্ক।
52ক্রিশ্চিয়ানিটি টুডে, খ্রীস্টান ধর্মমতের (সু-সমাচার বা ইভানজেলিক কনভিকশন) প্রতি বিশ্বাস তৈরি করার এক পত্রিকা” তারা দ্রুত আন্তর্জাতিকভাবে দত্তক নেবার বিরোধিতা করেছে।
53এই রকম এক দুর্ঘটনার ঠিক পরবর্তী মাসগুলোতে আমরা সেই সমস্ত এলাকা থেকে শিশুদের সরাতে চাই না, যেখানে পরিবারগুলো এখনো তাদের শিশুদের খুঁজে বেড়াচ্ছে।
54২০০৪ সালে সংঘটিত দক্ষিণপূর্ব এশিয়ার সুনামির পর সেখানকার অনেক ছোট শিশুর পরিচয় কার্যত জানা যাচ্ছিল না, এবং এখনো অনেক শিশুর পরিচয় জানা যায়নি।
55তবে পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা এবং অন্য পদ্ধতিগুলোকে ধন্যবাদ, এর ফলে পরিবারগুলো তাদের হারিয়ে যাওয়া সদস্যদের ফিরে পেয়েছে।