Sentence alignment for gv-ben-20090922-6422.xml (html) - gv-zhs-20090920-3766.xml (html)

#benzhs
1নেপাল: মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নামক চ্যালেঞ্জ尼泊尔:母体健康威胁
2গত সপ্তাহে নেপালের মাতৃত্ব কালীন স্বাস্থ্য সেবা চ্যালেঞ্জ প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করে, যখন বিশ্বের দুজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব নেপাল ভ্রমণ করে।
3ভেঙ্গে যাওয়া ব্রিটিশ পপ গ্রুপ স্পাইস গার্লস এর অন্যতম সদস্য জেরি হ্যালিওয়েল নেপালে এসেছিলেন দেশটির বিপর্যস্ত মাতৃত্ব কালীন স্বাস্থ্য সেবা পদ্ধতির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করার জন্য।
4তিনি কেবল নেপালের রাজধানীর মধ্যে তার ভ্রমণ সীমাবদ্ধ করেন নি, এর সাথে দেশটির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন, এই বিষয়টি সম্বন্ধে জানতে চেয়েছেন এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন মা এবং সদ্যজাত শিশুর যেন আরো যত্ন নেওয়া হয়। পেরেজ হিলটন হলিউডের বিখ্যাত তারকা ব্লগার।上星期有两位知名人士访问尼泊尔,让媒体注意到当地母体健康问题,英国前女子团体辣妹合唱团(Spice Girls)成员Geri Halliwell来到尼泊尔,希望外界重视尼国母体医疗体系不佳情况。
5তিনি হ্যালিওয়েলের এই যাত্রার জন্য তার প্রশংসা করেছেন। তিনি তার পোস্টে দেখান নেপালী পরিসংখ্যানে প্রসূতি মৃত্যুর বিপজ্জনক হার।她所到之处不只限于首都地区,更前往乡村瞭解详细情形,希望加强照顾母亲与新生儿。
6জাতিসংঘের তথ্য অনুসারে নেপালে বছরে প্রতি ৩১ জন প্রসূতির মধ্যে একজন মারা যায়। স্বাস্থ্য সেবার মানের ঘাটতির কারণে এই ঘটনা ঘটে।好莱坞名人博客Perez Hilton赞扬这次访问,也在文章中提到尼泊尔母亲致死率令人忧心。
7তারা দুর্গম এলাকায় বাস করে এবং তাদের জরায়ুর অবস্থা জটিল হয়ে যায়, যাকে স্থান চ্যুতি বলে, নেপালে প্রতি দশ জন মায়ের একজনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। জেরি হ্যালিওয়েলকে নেপালের জনগণ এবং সরকারও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে।联合国资料显示,由于环境不佳、居住于遍远地区、子宫脱垂等因素,尼泊尔平均每31位孕妇产下胎儿后,就会有一位孕妇死亡,尤其全国有一成孕妇皆出现子宫脱垂现象。
8কিন্তু নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের সাথে তার সাক্ষাৎকার ট্যাবলয়েড সংবাদপত্রের সমালোচনার শিকার হয়েছে। ভারতীয় টেলিভিশন স্টার টিভি জনাব নেপাল ও হ্যালিওয়েলের মধ্যে যে প্রথাগত চুম্বন বিনিময় হয়, তাকে “বিতর্কিত” বলে চিহ্নিত করার চেষ্টা করেছে।Geri Halliwell在尼泊尔也受到民众及政府热情欢迎,但她和尼国总理内帕尔(Madhav Kumar Nepal)的互动则受到小报关切,印度电视网Star TV试图形容总理与女明星的寻常亲吻脸颊举动「极具争议」。
9এই “বিতর্কিত” বিষয়ে অন্যদের ভিন্ন মত রয়েছে: স্টার নিউজের ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে সুলভ৮৩ মন্তব্য করেছে:观众对此「争议」则有不同解读,Shulav83在Star News的YouTube频道上留言:
10তিলকে তাল করার চেষ্টা করবেন না… ভারতীয় প্রচার মাধ্যমে কি প্রচার করার মতো আর কোন সংবাদ নেই???别再小题大作了,难道印度媒体没有别的消息可报导了吗?
11বিলেতের রাজবধূ ডাচেস অফ ইয়র্ক সারাহ ফার্গুসন দুই দিনের এক সফরে নেপালে এসেছিলেন কিন্তু তার এই ভ্রমণ হ্যালিওয়েলের মতো এতটা আলোচনার সৃষ্টি করেনি।英国约克女公爵Sarah Ferguson亦访问尼泊尔两天,不过没有造成如此涟漪,她与「白丝带联盟」一同前往当地强调孕妇健康的重要性。
12তিনি হোয়াইট রিবন এলায়েন্সের এক প্রচারণা কর্মী হিসেবে মাতৃ স্বাস্থ্য নিয়ে প্রচারণার জন্য এ দেশে আসেন। সারাহ সানইয়াহুম্বি নেপালে বৃটিশ উন্নয়ন সংস্থা ডিএফআইডির প্রধান।英国发展单位DFID尼泊尔分会会长Sarah Sanyahumbi在博客上,刊载公爵访问情况,她表示尼泊尔母体照护水平虽然还未达标准,不过已开始改善。
13তিনি সংস্থাটির নিজস্ব ব্লগে ডাচেসের নেপাল ভ্রমণ সম্বন্ধে বলেন, নেপালের মাতৃস্বাস্থ্য সেবা এখনো নির্দিষ্ট মানে পৌঁছতে পারে নি, কিন্তু পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি ঘটছে।虽然尼国面临种种挑战,在此方面仍进步许多,女性因分娩而死亡的案例已几乎减半,不过平均每四个小时,尼泊尔就会有一名女性因妊娠或分娩并发症死亡,也有6%的儿童在五岁之前便夭折。
14“…দেশটির বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই বিষয়ে বেশ ভালো কিছু উন্নতি ঘটছে এবং শিশু জন্মের সময় মায়েদের মৃত্যুর হার প্রায় অর্ধেক কমে এসেছে।在高母体死亡率数字的背后,还隐藏着子宫脱垂的严重危机,意指子宫掉出阴道外的严重情况,尼泊尔西部大约有60万女性因此受苦,通常是因为女性分娩后太快开始辛苦工作造成。
15কিন্তু এখনো প্রতি চার ঘন্টায় একজন নেপালী মহিলা গর্ভ জনিত ও/ শিশু প্রসব জনিত জটিলতায় মারা যায়, এবং প্রতি ১০০ জনে ছয়জন শিশু তাদের পঞ্চম জন্মদিন আর দেখার সৌভাগ্য লাভ করে না…. ”।
16মাতৃ মৃত্যুর উচ্চহার নেপালের মেয়েদের জন্য এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে হয়-তাদের জরায়ুর অবস্থান সরে যাওয়া থেকে। এই অবস্থায় গর্ভাশয় যোনির কাছে এসে পড়ে।这里有Sudaron Karki拍摄并由YouTube用户snowheadcouk上传的相关影片,记录这些受苦女性的情况(警告:影片可能包括血腥画面,观看前请三思)
17পশ্চিম নেপালের প্রায় ৬০০,০০০ জন মহিলা এই যন্ত্রণা দায়ক ঘটনায় ভুগে থাকে। এই ঘটনা তখনই ঘটে থাকে যখন সন্তান জন্মানোর পর মেয়েরা কঠোর শারীরিক পরিশ্রম করে থাকে।两位知名人士前往尼泊尔,确实让媒体注意到当地母体健康的问题,但可能还需要更高知名度的人物前来关切,才可能改变社会根深蒂固的偏见,并让社会更瞭解相关议题,为尼泊尔的女性带来新机会。
18এই বিষয়ে সুদারন কারকির একটি ভিডিও রয়েছে যা ইউটিউব ব্যবহারকারী স্নোহেডকোইউকে ইউটিউবে উঠিয়ে দিয়েছে:( এই ভিডিওটি দেখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা ভালো)।校对:Soup
19জেরি হ্যালিওয়েল ও ডাচেস অফ ইয়র্কের ভ্রমণের পর নেপালী মাতৃ স্বাস্থ্য বিষয়টি নেপালী প্রচার মাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে, কিন্তু এই সমস্ত নামকরা তারকাদের নেপাল ভ্রমণে নেপালের মায়েদের জন্য এক স্বস্তি বয়ে আনবে যারা সংস্কার ও সচেতনতার অভাবের কারণে অনেক ভুগে থাকে।