# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ: দূর্নীতি প্রতিরোধে ভূমির তথ্যাদি ডিজিটাল করা হচ্ছে বাংলাদেশে দূর্নীতি ব্যাপক। | 孟加拉:以数位化遏阻地政制度贪腐 |
2 | ২০০৯ সালে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৩৯ তম স্থান অধিকার করে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি আছে, তবে ভূমি নিয়ন্ত্রণ ব্যবস্থায় তার প্রভাব সব থেকে বেশী। | 贪污问题在孟加拉相当普遍,“国际透明组织”的2009年“贪污观感指数”中,孟加拉在180国排名第139位,国内受贪腐影响的种种项目中,土地管理制度问题最严重,国内地政系统之所以动作缓慢、品质低落、错误百出,主因皆为贪腐。 |
3 | দেশটির ধীর, খারাপ মানের ও বেঠিক ভূমি সংশ্লিষ্ট সেবার জন্য দুর্নীতিকে মূলত দায়ী করা হয়েছে। ঘুষ আর অন্যান্য অসামঞ্জস্য চলে আসছে, কারণ এ দেশে একটি স্বচ্ছ ব্যবস্থার অভাব রয়েছে। | 由于制度并不透明,贿赂及其他异常现象很常见,负责建立及管理土地记录的行政人员常故意制作错误档案,让地主不得不拿出贿款,才能让记录获核准;许多案例中,人们贿赂官员或土地调查员,让土地违法移转/登记在自己名下,让真正的地主为寻求公道而疲于奔命,光是2006年内,为了土地登记及变更所付出的贿款,据信高达830亿孟加拉币。 |
4 | প্রশাসনে যাদের ভূমির রেকর্ড তৈরি আর রাখার দায়িত্ব রয়েছে তারা প্রায় ইচ্ছা করে ভুল রেকর্ড তৈরি করেন, আর ভূমির মালিকরা তখন বাধ্য হন কর্মকর্তাদের ঘুষ দিয়ে এই রেকর্ড ঠিক করতে। | |
5 | কর্মকর্তা আর সার্ভেয়ার প্রায়শই ভূমি দস্যুদের সাথে আঁতাত করে থাকে, অনেক ঘটনা আছে যেখানে মানুষ কর্মকর্তাদের আর/বা সার্ভেয়ারদের ঘুষ দিয়ে তাদের নামে বেআইনিভাবে ভূমির মালিকানার রেকর্ড পরিবর্তন করেছেন, আর এর ফলে আসল মালিকরা দারে দারে ঘুরে বেড়াচ্ছেন। | |
6 | ২০০৬ সালে (বাংলাদেশী মুদ্রায়) ৮৩ বিলিয়ন টাকা ঘুষ দেয়া হয় ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন কাজের জন্য যেমন রেজিস্ট্রি করা বা রেকর্ড পরিবর্তন। | 目前在孟加拉司法体系中,与土地相关的案件超过320万,这还不包括大批受害者并未提起诉讼,土地纠纷时常引发暴力及犯罪,据称国内八成犯罪问题均源于土地争议。 |
7 | বাংলাদেশে বিচারের অপেক্ষায় আছে ভূমি সংশ্লিষ্ট ৩. ২ মিলিয়নের বেশী মামলা। | 为因应舞弊及贪污问题,政府正努力建立数位地政记录及土地管理制度,希望提高透明度及责信,并遏止贪腐情况。 |
8 | এবং এই বিশাল সংখ্যার মধ্যে সেই সব বঞ্চিত নেই যারা আদালতে যেতে পারেন না পয়সার অভাবের জন্যে। ভূমির সমস্যা থেকে প্রায়শই সংঘর্ষ আর অপরাধমূলক কাজের জন্ম হয়। | 首都达卡市已建立数位资料库,键入逾42万笔土地记录,即将由总理哈西纳(Sheikh Hasina)启用,其他公民营单位领导的计划也正在规划,例如国内十家资讯科技企业共组Terra Tech Ltd,提议成立数位地图及土地收益管理系统,已获政府核准。 |
9 | বলা হয় যে বর্তমানকালের ৮০ শতাংশ অপরাধ ভূমির সমস্যার কারনে হয়। | 希望这些计划有助政府的“2021年数位孟加拉愿景”,也让国家拥有更具效能的土地管理制度。 |
10 | এইসব জুয়াচুরি আর দূর্নীতির সমস্যার প্রতিকারের জন্য বাংলাদেশ সরকার কাজ করছে ভূমি রেকর্ড আর ভূমি ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটাল করার জন্যে যাতে এই ক্ষেত্রে কিছুটা স্বচ্ছতা আর জবাবদিহিতা আসে আর বেপরোয়া দূর্নীতি কিছুটা নিয়ন্ত্রিত হয়। | |
11 | বর্তমানে ঢাকা শহরের জন্য একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে আর চার লাখেরও বেশী তথ্য ইতিমধ্যেই যোগ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই উদ্বোধন করবেন। | 由于过往种种计划与后续方案成效有限,外界对近期努力仍有疑虑,民众普遍认为个别计划不太有帮助,必须在公民营单位结盟下建立单一计划,对于如何在土地管理方面善用资通讯科技,联合国发展计划孟加拉分部副主管K. |
12 | অন্যান্য কাজ, তা সরকারি বা বেসরকারী হোক, গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। উদাহরণস্বরূপ, ১০টি স্থানীয় আইটি কোম্পানির সমষ্টি টেরা টেক লিমিটেড, একটি ডিজিটাল ম্যাপিং আর ভুমি কর ব্যবস্থাপনা সিস্টেমের প্রস্তাব দিয়েছে, যাতে সরকার সম্মতি দিয়েছে। | A.M Morshed在近期活动中,发表题为“数位孟加拉土地策略优先项目”的报告,其中强调必须透过妥善调查建立正确资料库、数位土地分区系统、数位土地登记系统、数位土地收益追踪及管理系统,并让即时数位土地资讯系统与选民/公民资讯系统整合,提供简易快速的查询与认证系统。 |
13 | ডিপার্টমেন্ট আশা করে যে এইসব উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশ ২০২১ এর স্বপ্ন বাস্তবায়নে সঠিক দিকে পদক্ষেপ হবে আর বাংলাদেশে আরো কার্যকর ভূমি ব্যবস্থাপনা সিস্টেম চালু করবে। | |
14 | তবে চিন্তা করা হচ্ছে এই সেক্টরে আগের প্রচেষ্টার সীমিত সাফল্যের ব্যাপারটি, যা ভিন্ন ধারণায় স্থানীয়করণ করে বাস্তবায়িত করা হয়েছিল। তাই এই স্বীকারোক্তি আর বোধ জাগ্রত হচ্ছে যে - বাস্তবতা হচ্ছে এককভাবে এইসব প্রচেষ্টা খুব বেশী উপকার করতে পারে না, সম্মিলিত একটি পরিকল্পনা করতে হবে সরকারী- ব্যক্তিগত পার্টনারশীপের (পিপিপি) আওতায়। | Mustafa Jabbar是孟加拉Bijoy Bangla软体及键盘专利拥有人,他在个人部落格Blogymate上有关数位地政制度的文章中,提到光是将地政记录键入电脑,并不足以促进透明度与责信,他认为必须大幅翻修土地相关法规及现有服务机制,因为目前制度过于老旧;他建议在新的自动化土地资讯系统中,必须整合各项内容,让人们在搜索资料库时,所有相关讯息均可一目瞭然,包括所有权、登记资料、异动、移转、争议、司法案件、地图、纳税记录、土地相关遗嘱及其他法律文件;他觉得拥有这些资讯还不够,系统设计也要让民众更易于使用,无论是透过网路或语音系统皆然,就像使用者只要透过互动式语音系统,即可从家里获知电话帐单资讯,查询土地相关资讯也应如此轻松。 |
15 | সাম্প্রতিককালে ভূমির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার নিয়ে কথোপকথনে ইউএনডিপি বাংলাদেশের সহকারী কান্ট্রি ডাইরেক্টর জনাব কে. এ. | 许多人如今都期望藉由资通讯科技,能为孟加拉地政系统带来现代化、透明、责信与便利。 |
16 | এম. | |
17 | মোরশেদ একটা লেখা উপস্থাপন করেছেন ‘ডিজিটাল বাংলাদেশের কৌশলগত গুরুত্ব: ভূমি' শিরোনামে যেটা সঠিক ডাটাবেসের গুরুত্বের কথা জোর দিয়েছে যা নিশ্চিত করা যাবে সঠিক সার্ভে, ডিজিটাল ভূমি নিরিক্ষা ব্যবস্থা (সেটা আসলে জিআইএস নির্ভর মানচিত্র), ডিজিটাল ভূমি নিবন্ধন ব্যবস্থা আর সাম্প্রতিক ডিজিটাল ভূমি তথ্যব্যবস্থার মাধ্যমে যা ভোটার/ জাতীয় আইডি ডাটাবেসের সাথে একত্র হবে। | |
18 | এই পদক্ষেপগুলো সহজ যোগযোগ, খোঁজা আর যাচাই এর ব্যবস্থা আর ডিজিটাল ভূমি কর ট্রাকিং আর ব্যবস্থাপনার সিস্টেম তৈরি করে দেবে। | |
19 | বাংলাদেশে বিজয় বাংলা সফ্টওয়ার আর কিবোর্ডের স্বত্ত্বাধিকারী মুস্তাফা জব্বার তার ব্লগিমেট ব্লগে ডিজিটাল ভূমি ব্যবস্থা নামে একটি লেখায় জানিয়েছেন যে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কেবলমাত্র ভূমি রেকর্ডকে ডিজিটাল করাই যথেষ্ট না। | |
20 | তার কথা অনুসারে, ভূমি সংশ্লিষ্ট আইন আর সেবা প্রদানের বর্তমান ব্যবস্থার সম্পূর্ন নতুন করে ঢেলে সাজানোর প্রযোজন, যেহেতু বর্তমান ব্যবস্থা অনেকটাই প্রাচীন। | |
21 | জনাব জব্বার জানিয়েছেন যে নতুন, স্বয়ংক্রিয় ভূমি তথ্য ব্যবস্থা সম্মিলিত একটা বিষয় হওয়া উচিত যাতে কেউ এই ডাটাবেস খুঁজলে ভূমি সংক্রান্ত সকল তথ্য একবারে পেতে পারে: মালিকানা, রেজিস্ট্রেশন, মিউটেশন, স্থানান্তর, বিরোধ, মামলা, ভূমি মানচিত্র, প্রদেয় আর বাকি থাকা কর, ভূমি সংক্রান্ত উইল আর অন্যন্য আইনি দলিলপত্র। | |
22 | এছাড়া তিনি মনে করেন এইসব তথ্য যথেষ্ট না। | 校对:Portnoy |
23 | মানুষের কাছে এর প্রবেশাধিকার থাকবে সহজ, ব্যবহারকারির জন্য উপযোগী উপায়ে, কেবলমাত্র ইন্টারনেটে না, টেলিফোনের মাধ্যমেও। | |
24 | তার কথা অনুসারে, যেভাবে একজন গ্রাহক তার বাসা থেকে টেলিফোন বিল জানতে পারে পরষ্পর প্রতিক্রিয়াশীল কণ্ঠ দ্বারা নিয়ন্ত্রিত প্রযুক্তি দ্বারা, এমনি সহজ হওয়া উচিত ব্যক্তির ভূমি সংশ্লিষ্ট তথ্য পাওয়া। | |
25 | বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে তথ্য প্রযুক্তির কার্যকরভাবে ব্যবহার নিয়ে অনেক আশা আছে যে এটি এই খুব গুরুত্বপূর্ণ বিভাগে আধুনিকতা, ব্যবহার উপযোগিতা, স্বচ্ছতা আর জবাবদিহিতা আনবে। | |