Sentence alignment for gv-ben-20130511-36485.xml (html) - gv-zhs-20130713-12707.xml (html)

#benzhs
1৪১৬ ঘণ্টার জীবনযুদ্ধে জয়ী রেশমা!受困瓦砾17日,孟加拉一女子奇迹生还
2বাংলাদেশের সাভারে গার্মেন্টস ভবন ধসের ১৭ দিন পর মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৫৫ যা ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার পর দ্বিতীয় মারাত্মক বাড়ি ধস।就在孟加拉近郊九层楼高的成衣工厂倒塌意外所造成的死亡人书攀升到1055人的这天,一名工厂女工Reshma Begum在受困瓦砾17天后被救出。
3একই দিনে জীবিত উদ্ধার করা হয়েছে এক পোশাক শ্রমিককে।这场意外是自911事件发生以来最严重的一次大楼倒塌意外。
4২৪ বছর বয়সী এই মেয়েটির নাম রেশমা।Begum在工厂的二楼做裁缝的工作。
5উদ্ধারকারীরা তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন।当工厂倒塌后,24岁的Begum被困在地下室的伊斯兰祷告室中,透过缝隙呼吸空气以及靠着不幸身亡的同事帆布包里的饼干果腹来撑过416的小时。
6ধসে পড়া ভবনের দ্বিতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা।工厂在4月24日倒塌,几日内已经救出2428人。
7বিল্ডিং ধসের পরপরই তিনি বেজমেন্টে একটি নামাজ ঘরে আশ্রয় নেন এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে এবং মৃত সহকর্মীদের ব্যাগের খাবার খেয়ে বেঁচে থাকেন।
8পুরো ভবনটি ধসে পড়লেও তিনি বেসমেন্টে অক্ষত অবস্থায় ছিলেন।成功救出生还者的希望越来越小。
9উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি ৯ তলা গার্মেন্টস ভবন ধসে পড়ে।孟加拉的搜救人员救出已被困在瓦砾中17日的工厂工人Reshma。
10আর জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জনকে।Rehman Asad拍摄。
11অনেক দিন হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা আটকে পরাদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন।Copyright Demotix (10/5/2013).
12উদ্ধারের পর রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ছবি: রেহমান আসাদ।Begum 告诉通讯社:
13স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)我靠着喝水活下去。
14ধ্বংসস্তুপের ভেতরে ১৭ দিন বেঁচে থাকা নিয়ে রেশমা একটি সংবাদ সংস্থাকে জানান:工厂倒塌后我就被困住了,我在祷告室中靠着搜救人员丢下来的两瓶水撑过了这几天。
15আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম।Begum的奇迹生还受到许多人的注意。
16ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি। পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই।部落客Ashraf Shishir (@ashrafshishir)在得知这个好消息后写道:
17উদ্ধারকারীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাত পানি পাঠান।我好几次都哭得像个小孩子一样。
18আমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখি।Reshma被救出来了!
19সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প খেয়ে জীবন বাঁচাই।从是开发工作的Shahana Siddiqui (@shahanasiddiqui)试着不要喜极而泣。
20রেশমার এই অলৌকিক বেঁচে সবার মাঝে আলোড়ন তোলে।她在推特上表示:
21রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে শুনে ব্লগার আশরাফ শিশির টুইট করেন:当我得知Reshma奇迹生还后我马上把眼泪收回去。
22@ashrafshishir: অনেকদিন পর বাচ্চা ছেলের মতো কাঁদলাম।这是多么令人高兴骄傲的一刻。
23Army and rescuers look through the pocket point in the rubble of Rana Plaza where they found Reshma located alive under the rubble.
24এইমাত্র রেশমী অথবা রেশমাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে! … শাহানা সিদ্দিকীও কান্না লুকাতে পারেননি।Image by Firoz Ahmed.
25আনন্দাশ্রু মুছে তিনি টুইট করেছেন: @shahanasiddiqui: রেশমা'র অলৌকিক বেঁচে থাকার সংবাদ শুনে আমি কান্না লুকাতে পারিনি।Copyright Demotix (10/5/2013)
26এখন সময় আনন্দ উদযাপনের আর বুক ভরে গর্ব করার #বাংলাদেশ #সাভার সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধসে যাওয়া রানা প্লাজার বিভিন্ন ফাঁক ফোঁকরে এখনও জীবিত মানুষ খুঁজে বেরাচ্ছে।Baroness Sayeeda Hussain Warsi (@SayeedaWarsi),英国外交部长在得知Reshma的新闻后表示:
27ছবি ফিরোজ আজমেদের.一位年轻女性在大楼倒塌17天后被救出是一个多么振奋人心的景象。
28স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)这是灾难中的一道希望之光。
29ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি (@SayeedaWarsi) রেশমা উদ্ধার পাওয়ার ঘটনা শুনে টুইট করেন:行销人员Asif Touhid在脸书上表示:
30@SayeedaWarsi: #সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় অভূতপূর্ব ভাবে একজন তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।亲爱的妹妹Reshma,你活下去的勇气鼓舞振奋了所有人。
31এ যেন শোকসমুদ্রে এক টুকরো আশার আলো।记者Kamrul Hasan感谢搜救人员救出Begum的努力,他表示:
32বিপণন পেশাজীবি আসিফ তৌহিদ ফেইসবুকে লিখেছেন:没有什么不可能的!
33রেশমা - প্রিয় বোন, বেঁচে থাকার জন্যে তোমার ঔদ্ধত্য আমাকে বাঁচার প্রেরণা যোগায় এবং মানুষের প্রতি আস্থা আনে।为Reshma感到开心,妳一定要好好的活下去。
34রেশমাকে যারা উদ্ধার করে এনেছেন কামরুল হাসান তাদেরকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন:非常感谢孟加拉搜救人员的努力。
35@Kamrul_Hasan: এভাবেও ফিরে আসা যায়! অভিনন্দন বেশমা, আপনি বেঁচে থাকুন।记者Tanvir Ahmed不认同媒体聚集并且想要访问Begum的行为,他在脸书上呼吁他的同事们:
36অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল উদ্ধারকারীদের।请大家访问搜救人员和医疗人员就好。
37এই উদ্ধার ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে।请不要问Begum她如何在瓦砾堆中度过那么多天,也不要问她为什么她的衣服没有破损。
38উদ্ধারের সাথে সাথেই অনেকে মাইক নিয়ে ছুটে গেছে রেশমার পাশে।她需要的是医疗而不是回答这些问题。
39৭১ টিভির লন্ডন প্রতিবেদক তানভির আহমেদ ফেসবুকে তার সহকর্মীদের অনুরোধ করেছেন:虽然已经过了17天了,那些还未救出的工厂工人的亲属们还是保持乐观的态度。
40আপাতত উদ্ধারকর্মী আর চিকিৎসকদের সাক্ষাতকার নিয়ে তৃপ্ত থাকুন।Shafiur Rahman拍摄。
41এতদিন রেশমা কি খেয়ে বেঁচে ছিলো, তার জামা কাপড় এতো পরিস্কার কেন? এসকল প্রশ্নের চেয়ে মেয়েটির এখন শুধুই প্রয়োজন চিকিৎসা সেবা।Copyright Demotix (10/5/2013)
42নিখোজ বা মৃত গার্মেন্টস কর্মীদের আত্মীয় স্বজন ১৭ দিন পরেও উদ্ধারের আশা ছাড়েন নি।成衣是孟加拉最主要的出口產品,工廠倒塌後對孟加拉成衣工業有負面影響。
43ছবি শফিউর রহমান। স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)।Abu Maksud在臉書上表示大家要記住Begum就代表著孟加拉:
44পোশাকশিল্প বাংলাদেশের সবচে' বড়ো রপ্তানি খাত।孟加拉在瓦礫堆中17天後存活了下來。
45তাই সাভারের গার্মেন্টস কারখানা ধসে পড়া যেন বিশ্বের দরবারের বাংলাদেশের নিজেরই ধ্বংসস্তুপ হিসেবে উপস্থাপন।Reshma 從鬼門關中回來,也代表著孟加拉也會從瓦礫堆中存活下去。
46এটা স্মরণ রেখেই আবু মকসুদ রেশমাকে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে কল্পনা করে তার ফেসবুকে লিখেছেন: ১৭ দিন ধরে ধ্বংসস্তুপে বেঁচে ছিল বাংলাদেশ।Dhaka Tribune的編輯Zafar Sobhan在接受澳洲網站News.com.au的訪談中表示:
47রেশমা- বোন আমার অন্ধকূপ থেকে তুমি ফিরে এসেছ, তুমি দেখিয়েছ বাংলাদেশ বেঁচে থাকে, ধ্বংসস্তুপেও বাংলাদেশ বেঁচে থাকে। ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অস্ট্রেলিয়ান ওয়েবসাইট নিউজ.Reshma 代表著孟加拉最好的一面,面對艱困的生命力,勇氣,力量,這讓孟加拉不管面對什麼都不會放棄。
48কম. এইউ তে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন:翻譯:Miranda 校對:Portnoy
49রেশমা বাংলাদেশের যা কিছু ভাল তার প্রতিনিধিত্ব করে, অনেক কষ্টের মধ্যেও দেশের রুখে দাড়ানো, এর সাহস, শক্তি, শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প - সবকিছু।