Sentence alignment for gv-ben-20110621-18131.xml (html) - gv-zhs-20110615-9316.xml (html)

#benzhs
1কুয়েত: বিপ্লবের বিষয়ে জিজ্ঞাসা করায় মিশরীয় শিক্ষার্থীকে বহিস্কার科威特:埃及学生问“革命”被退学
2বাসিম মোহাম্মদ ফাতহি নামের দশ বছরের একজন মিশরীয় শিক্ষার্থী “আমাদের এখানে কেন বিপ্লব হচ্ছে না?”- এ সাধারণ প্রশ্ন করার কারনে কুয়েতের সকল বিদ্যালয় থেকে তাঁকে বহিস্কার করা হয়।科威特人看到这则新闻一定相当讶异:本周五,一名十岁的埃及学生穆罕默德法特希(Bassim Mohammed Fathi)因为问了个简单问题:“为什么你们不革命?”,导致科威特全部的学校都不愿意让他就读。
3আজ শুক্রবার এ মর্মান্তিক খবরটি সংবাদপত্রের মাধ্যমে কুয়েতিরা জানতে পারেন।让人讶异的部分在于,该名学生的老师将他呈报教育部, 而教育部最后下令将他退学。
4সংবাদটির সবচাইতে মর্মান্তিক অংশ হল যে শিক্ষার্থীর শিক্ষক এ বিষয়ে শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করলে শিক্ষা মন্ত্রণালয় ঐ শিক্ষার্থীকে বহিস্কার করে।学生的父亲向教育部的法定权威申诉,就在消息经由报纸报导传遍科威特的二十四小时后,教育部法定权威收回成命,让该名学生重回 校园。
5শিশুটির বাবা মন্ত্রণালয়ের আইনী কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করায় মন্ত্রণালয় শিশুটিকে ঐ বিদ্যালয়েই পূণঃভর্তিকরণের সিদ্ধান্ত নেয়। কুয়েতি সংবাদপত্রে শিশুটিকে বহিস্কার করার খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।科威特的学生,图片来自Flickr用户Steve & Jemma Copley,依据创用CC BY-SA 2.0授权使用
6কুয়েতের শিক্ষার্থী। ছবি ফ্লিকার ব্যবহারকারী স্টিভ ও জেম্মা কপলির সৌজন্যে (সি সি বাই-এসএ ২.命令受到谴责
7০)। সিদ্ধান্ত বাতিল কুয়েতি টুইপস বহিস্কার সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং শিক্ষা মন্ত্রণালয়কে বাসিমের বিদ্যালয়ে ফিরে যাবার বিষয়ে হস্তক্ষেপ করে।科威特Twitter用户回应教育部的退学命令,并且要求教育部长介入让该名学生能回学校就读,国会议员也对此事有所反应,教育部长阿迈穆 赖夫(Ahmad Al-Mulaifi)则表示,该名学生所说的话已经诋毁科威特的名誉。
8সংসদ সদস্যগণও এ বিষয়ে হস্তক্ষেপ করে।科威特Twitter用户Dr.
9শিক্ষামন্ত্রী আহমাদ আল-মুলাইফি বলেন শিশুটি কুয়েতের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছে। কুয়েতি টুইপ ড.Fawaz Al-Farhan(@FawazFarhan)在消息传出时,就首先对于教育部的说法与不公的决定表示不满:
10ফাওয়াজ আল-ফারহান(@ফাওয়াজফারহান),হলেন প্রথম ব্যক্তি যিনি মন্ত্রণালয়ের এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তিনি বলেন:@FawazFarhan:教育部长穆赖夫应该要接见这名埃及学生并且亲自回答他的问题,让这名学生能重获该得的尊重;我们不应使孩子对提出疑问心怀恐惧。
11@ফাওয়াজফারহান: মন্ত্রী আল-মুলাইইফির উচিত মিশরীয় শিক্ষার্থীর সম্মান ফিরিয়ে দেওয়া এবং ব্যক্তিগতভাবে তাঁর প্রশ্নের উত্তর দেওয়া; শিশুদের মনে প্রশ্ন করার ভয় থেকে মুক্ত করা আমাদের উচিত।Twitter用户匿名Zeus(@Zeus_K)指出,大家应该要正视这起事件,并且采取公共行动。
12একজন টুইটার ব্যবহারকারী জিউস (@ জিউস_ কে) লিখেন যে, মিশরীয় শিক্ষার্থীর বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং এ বিষয়ে গণ কার্যক্রম দরকার:@Zeus_K:如果遭退学的埃及学生不能顺利回校园,下退学命令的官员若没有受到惩处,那么我们应该都要到教育部前抗议。
13@ জিউস_ কে: মিশরীয় শিক্ষার্থীটি যদি আর বিদ্যালয়ে ফেরত যেতে না পারে এবং যারা তাঁকে বহিস্কার করেছে তাঁদের যদি শাস্তি না দেওয়া হয় তবে সেক্ষেত্রে আমাদের উচিত হবে মন্ত্রণালয়ের সামনে যেয়ে প্রতিবাদ করা।
14জনপ্রিয় কুয়েতী ব্লগার এবং টুইটকারী যিনি এনকো ডাকনামে পরিচিত(@ওম৯এডডা) মন্ত্রীকে তাঁর বিবৃতির জন্য সতর্ক করে বলেন:著名的科威特博客也是Twitter用户nEo(@Om9edda)针对教育部长的陈述,表示警告:
15@ওম৯এডডা: মন্ত্রী আল-মুলাইফির প্রতি: মিশরীয় শিশু শিক্ষার্থীর বিষয়ে আপনার আজকের বিবৃতির জন্য রাজনৈতিকভাবে আপনাকে চরম মূল্য দিতে হবে কারন এটা প্রমানিত হল যে আপনার মন্ত্রণালয়ে কি ঘটে তা আপনার জানা নেই।@Om9edda:致教育部长穆赖夫:你会为你今日对于遭退学埃及学生所发表的言论,在政坛上付出严重的代价,因为这表示你根本不清楚自己的部门发生什么事。
16আরও একজন টুইটকারী মোহাম্মদ আলকাত্তান(@এমজেকিউ _কেডব্লিউটি) মিশরীয় ছাত্রের বিরুদ্ধে গৃহিত পদক্ষেপের সমালোচনা করে বলেন:另一名科威特Twitter用户Mohammed Alqattan(@MJQ_KWT)则批评教育部对这名埃及学生的作法:
17@এমজেকিউ _কেডব্লিউটি: বহিস্কৃত মিশরীয় শিশুটির বিষয়ে কার্যকর শিক্ষাগত ভাবেই মূল্যায়ন পূর্বক সমাধান করা উচিত।@MJQ_KWT:针对退学事件,我们应该要以有效率、教育的方式,评估这起个案并解决问题。
18একজন শিশুর নিষ্পাপ কথার জন্য কোন শাস্তি দেওয়া উচিত নয়।小朋友不应为了童言童语而受到如此严重的惩罚。
19কুয়েতী আইনজীবী নাসের নাজাফ (@নাসেরনাজাফ) ইতঃপূর্বে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক(মহিলা)-এর ছাত্ররা ঐ শিক্ষকের বিরুদ্ধে সমালোচনা করলে শিক্ষক ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সে উদাহরণ টেনে তিনি কুয়েতী শিক্ষা ব্যবস্থার মান নিয়ে মন্তব্য করেন:一名科威特律师Nasser Najaf(@NasserNajaf)表示,从退学事件可看出科威特今日的教育情况,并且举出之前的例子,有学生在網絡上批评自己的教授,教授因而向相关单位举发这些学生:
20@নাসেরনাজাফ: শিক্ষকদের ভূমিকা একটা বিপদজনক দিকে মোড় নিচ্ছে; এর আগে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক তাঁর ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করিয়েছেন আর আজ একজন ছাত্র তাঁর শিক্ষককে প্রশ্ন করার অপরাধে বহিস্কৃত করা হল।@NasserNajaf:教师的角色已经变调了;之前那位大学教授把学生送往检调单位,而现在则有学生因为问老师问题被退学。
21কুয়েতের নারী সক্রিয়তাবাদী নাবিলা আলানজারি(@নালানজারি) হলেন সর্বশেষ ব্যক্তি যিনি মন্ত্রণালেয়র গৃহিত পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করেছেন科威特女权运动人士Nabila Alanjari(@Nalanjari)最后发表评论,她提及教育部对于此事的作法太过荒谬:
22@নালানজারি: মিশরীয় শিশুটির বিষয়টি কি আমাদের কাম্য ছিল; আরব স্বৈরশাসকের আমলে আমরা কি হারালাম?@Nalanjari:难道埃及孩子就应该接受这一切;我们这样给阿拉伯独裁政权留下什么?