Sentence alignment for gv-ben-20070909-231.xml (html) - gv-zhs-20070913-635.xml (html)

#benzhs
1ইরান: ১৯৮৮ সালের গনহত্যা স্মরন করছে শোকাহত পরিবাররা伊朗:受难者家属的记忆
2গত ৩১ আগস্ট ছিল ১৯৮৮'র ইরানের রাজনৈতিক বন্দীদের গনহত্যার ১৯তম বার্ষিকী। খাভারানে অবস্থিত এই সব বন্দীদের নামহীন গনকবরে এসেছিল তাদের বন্ধু ও আত্মীয়স্বজনরা কারো সন্তান বা কারো ভাইবোনকে স্মরন করতে।1988年,数千名伊朗政治犯遭处决弃置于Khavaran的乱葬岗,至2007年8月31日已届满19周年,受害者亲友重返乱葬岗,吊念如无名氏般遭弃葬的亲人。
3বিভিন্ন মানবাধিকার সংগঠন যেমন হিউমান রাইটস ওয়াচ এ নিয়ে ইরানী সরকারের কাছে প্রতিবাদ করলেও তারা কখনই এই হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
4এইসব মৃতদের অনেকেই তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্যে বিপ্লবী কোর্টের পক্ষপাতিত্বমূলক বিচারের ফলে জেল খাটছিল। যদিও তাদের কেউই মৃত্যুদন্ডে দন্ডিত ছিল না।尽管“人权观察”等团体不断施压,伊朗政府从未正式承认上述事件存在,这些人犯当初都是因为从事政治活动,遭到政府逮捕送往革命法庭违法审判,但他们当时并非死刑犯。
5বড় আয়াতুল্লাহ মন্তাজেরি যার বড় আয়াতুল্লাহ খোমেনীকে (ইসলামিক রিপাবলিকের ফ্রতিষ্ঠাতা) প্রতিস্থাপন করার কথা ছিল, তিনি একদা এই গনহত্যার প্রতিবাদ করেছিলেন।
6পরে ইসলামিক রিপাবলিকের হর্তা-কর্তাদের দ্বারা তাকে চুপ করানো হয়েছিল। আজাদী-বি এই অনুষ্ঠানের ৩০টি ছবি প্রকাশ করেছে।蒙塔瑟里(Montazeri)原订为伊朗建国者何梅尼(Khomeini)的接班人,但后因他曾批评屠杀事件,最后遭政府打入冷宫。
7This album is powered by BubbleShare - Add to my blog কুশতার ৬৭ (মানে ৮৮ সালের ৬৭টি হত্যা) বলছেন:Azadi-B提供30张有关纪念活动的相片:
8৮৮'র গ্রীষ্মের ওই রাজনৈতিক হত্যাকান্ডের পর ১৯ বছর অতিক্রান্ত হয়েছে। আমরা এখনও আশা করে আছি একদিন ট্রুথ কমিশন এ সম্পর্কে তথ্য উন্মোচন করবে এবং জনপ্রিয় ট্রাইবুনাল এই অপরাধের জন্য দোষীদের নিন্দা করবে।Kooshtar 67表示[Fa],1988夏天的残杀事件至今已过19年,我们仍盼望有天真相调查委员会能公布资讯,让人民所支持的法庭能谴责罪魁祸首。
9আজারমেহর জানাচ্ছেন ওই হত্যাকান্ডের পূর্বে জেলে কি হয়েছিল:Azarmehr描述处决前在狱中的情况:
10ইরানী রাজনৈতিক বন্দীদের তিন মোল্লাবিশিষ্ট একটি হাস্যকর কোর্টের সামনে দাঁড় করানো হয়েছিল। বন্দীদের দুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল।政治犯被送进由三名伊斯兰教长组成的私设法庭,并回答以下两个问题:“你相信阿拉吗?”、“你是否准备脱离现有组织?”,但囚犯完全不知道回答的后果,只要回答“不”,便会立刻遭到处决。
11“তুমি কি আল্লাহকে বিশ্বাস কর?” আর “তুমি কি তোমার দল থেকে বের হয়ে যাবে?”许多犯人其实已服刑期满,可是尚未获释,甚至有些人已经出狱后又被抓了回来。
12বন্দীদের কোন ধারনাই ছিল না তাদের উত্তরের ফল কি হতে পারে। উক্ত দুই প্রশ্নের যে কোন একটির না বলার শাস্তি ছিল মৃত্যুদন্ড।Royeh Madareh Zendgi张贴一张图片,还写[Fa]首诗纪念1988年事件的受难者与家属,其中提及:
13এদের মধ্যে অনেক বন্দীদেরই সাজা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাদের ছাড়া হয়নি। কাউকে কাউকে ছেড়ে দেয়ার পরও আবার ধরে আনা হয়েছে।我知诸位不会遗忘 我等兄弟之命运 多年飞逝 人们犹记风雨夜 血腥之暑
14রোয়ে মাদারেহ জেন্দগি একটি ছবি প্রকাশ করেছেন এবং ১৯৮৮ সালের গনহত্যায় মৃতদের এবং তাদের স্বজনদের উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছেন।
15এই ব্লগার বলছেন:以上图片为流亡政治犯协会制作的受难者纪念海报
16এবং আমি জানি যে তোমরা ভুলে যাবে না আমাদের ভাইদের পরিণতি এত বছর পরে কোন এক ঝড়ের রাতে তোমাদের মনে পড়বে সেই রক্তাক্ত গ্রীষ্মের কথা
17× উপরের ছবিটি গনহত্যার শিকারদের স্মরনে এসোসিয়েশন অফ পলিটিকাল প্রিজনারস ইন এক্জাইল প্রকাশিত একটি পোস্টার