# | ben | zhs |
---|
1 | সিয়েরা লিয়ন: ভিডিওর মাধ্যমে যৌন ও এসটিডি বিষয়ে সচেতনতা তৈরি ভিকি রেমো শো | 狮子山:性教育与性病教育影片 |
2 | সিয়েরা লিয়ন-এ, ভিকি রেমো প্রযোজিত ও উপস্থাপিত একটি ম্যাগাজিন ধর্মী অনুষ্ঠান বিভিন্ন বিষয়বস্তুতে পরিপূর্ণ থাকে। | Vickie Remoe秀 |
3 | এই শোতে অনাবিষ্কৃত সুরেলা কণ্ঠের অধিকারী থেকে শুরু করে, বিভিন্ন কর্মজীবী মানুষের জীবনের একটা দিন, বর্তমান সময়ের খেলাধূলার মত বিষয় উঠে আসে। অতিসাম্প্রতিক এক অনুষ্ঠানে ভিকি মহাবিদ্যালয়ের ছাত্রদের মাঝে যৌন এবং এসটিডি (সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন পরিবাহী রোগ) শিক্ষার বিষয়টি তুলে এনেছেন। | 狮子山的Vickie Remoe主持并制作如同杂志的节目,内容涵盖各种主题,包括尚未成名的音乐天才、不同商人一天的生活、体育活动等,最近也新增大学生的性教育及性病教育。 |
4 | এমনকি, যদিও ভিকি উল্লেখ করেছে, একটি ৫ মিনিটের একটি ভিডিও আপলোড করতে বা অনলাইনে প্রকাশ করতে ৫ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, তারপরেও ভিকি রেমো শো এর অংশ ব্লিপ. টিভিতে পাওয়া যাবে। | Vickie提到,五分钟的影片制作时间最长需五小时,节目内容亦置于blip.tv网站上,让外界能一窥狮子山青年文化。 |
5 | সুতরাং এর ফলে আমরা সিয়েরা লিয়নের তারুণ্যের সংস্কৃতি কেমন, তার এক ঝলক দেখতে সক্ষম হব। এই অনুষ্ঠানের চারটি পর্বের মাধ্যমে আমরা ভিকির যাত্রাকে অনুসরণ করতে পারি, যেমন সে মাউন্ট, অরুয়েল-এ অবস্থিত ফোরাহ বে কলেজের ছাত্রদের সাথে কথা বলে, এটি অত্র এলাকার অন্যতম সেরা এক শিক্ষা প্রতিষ্ঠান। | 在接连四集的节目中,我们跟着Vickie造访Aureol山,访问当地相当优秀的Fourah Bay学院学生,透过第一段影片的对话和几项比赛,可观察到人们对性的看法不一,有些时髦男女认同安全性行为与防护措施,也有些女性想要保护自己,但方法却不正确,值得一提的是,有位受访者表示,虽然多数学生都想使用保险套保护自己,但如果没有随身携带,临时要用也不可能暂停去找。 |
6 | তার কথোপকথন এবং প্রথম ভিডিওর কিছু উপাদান-এর মাধ্যমে জনগণের যৌন বিষয়ে বিভিন্ন ধারণা আমাদের নজর আসে। বোধ সম্পন্ন যে সমস্ত মহিলা এবং পুরুষ যারা নিরাপদ যৌন মিলনে বিশ্বাসী এবং যে সমস্ত মহিলারা সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক, তারা নিজেদের নিরাপদ রাখতে চায় তবে সঠিক পদ্ধতিগুলো সম্বন্ধে জানে না। | 得知许多学生对于避孕与保护措施理解有误,Vickie在下段影片里前往Marie Stopes诊所,该诊所透过「蓝星网络」提供节育服务与资讯,她也展示各种方法,并选择植入法,不过要得先经过检验。 |
7 | তার গ্রহণ করা অনেকগুলো সাক্ষাৎকারের মধ্যে একজনের এই মন্তব্যের চেয়ে আর কোন কিছুই বিষয়টির গুরুত্ব তুলে ধরতে পারে না, যে মন্তব্যে বলা হয়েছে, বেশির ভাগ ছাত্র কনডম ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের নিরাপদ রাখতে আগ্রহী, তবে যদি ঐ মুহূর্তে তাদের কাছে ব্যাক্তিগত ভাবে তা না থাকে, তাহলে সে মিলিত হওয়া বন্ধ রেখে একটি কনডমের সন্ধানে বের হয়না। | |
8 | যখন ভিকি জানতে পারে যে অনেক ছাত্রছাত্রী জন্মনিয়ন্ত্রণ এবং সুরক্ষা পদ্ধতি সম্পর্কে ভূল তথ্য পায় তখন তার পরবর্তী গন্তব্য হয়ে দাঁড়ায় মেরি স্টোপস ক্লিনিক যেটি ব্লু স্টার নেটওয়ার্কের মাধ্যমে পরিবার পরিকল্পনা পরিসেবা এবং এ সম্বন্ধে তথ্য জোগান দেয়। | |
9 | সুরক্ষার জন্য ভিন্ন ধরণের পদ্ধতি কি কি তাকে তা প্রদর্শন করানো হয় এবং এগুলোর বাস্তবায়নের বিষয়গুলো সে বেছে নেয়, এবং এটা একটি পরীক্ষার পরে প্রয়োগের জন্য রাখা হয়। পরবর্তী খণ্ডে ভিকি এক তরুণের সাথে কথা বলছে, যার ঝুঁকিপূর্ণ আচরণ বার বার তাকে যৌন পরিবাহী রোগের দ্বারা অসুস্থ করে তোলে। | 在下段影片中,Vickie访问一位年轻人,因为性行为不安全,导致数度染上性病,特别的是,染病一次似乎无法阻止他继续冒险。 |
10 | এখানে কৌতুহল জনক বিষয় হচ্ছে যে কোন একবারও অসুস্থ হওয়ার পরে এই তরুণটি মাঝে এই চিন্তা তৈরি হয় না যে, একই ধরনের কাজের মধ্য দিয়ে সে আবার নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই ধারার শেষ ভিডিওতে, ভিকি এক ডাক্তার এর সাথে সাক্ষাৎ করে এবং যৌন পরিবাহী রোগ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে। | 在最后一段系列影片里,Vickie访问医师,请他说明何谓性病,结论是,只要性行为不安全,人人都可能感染性病,唯有保险套能避免感染性病及意外怀孕。 |
11 | উপসংহার: যে কেউ যৌন পরিবাহী রোগে আক্রান্ত হতে পারে যদি তাদের যৌন আচরণ ঝুঁকিপূর্ণ হয় এবং কনডম একমাত্র পদ্ধতি যা যৌন পরিবাহী রোগ বা এসটিডি ও অবাঞ্ছিত গর্ভধারণ থেকে নিরাপত্তা প্রদান করতে পারে। | |