# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ: বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো | 孟加拉国:电影院的凋零 |
2 | সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা একসময় প্রতিটি বাঙালির কাছে ছিল একটি আকর্ষণীয় বিষয়। | 上电影院看戏,曾经是孟加拉国人民最受欢迎的娱乐活动。 |
3 | ছুটির দিনে কিংবা অন্য কোনো উপলক্ষে পরিবারের সবাই মিলে সিনেমা হলে যাওয়াও একটা ব্যাপার ছিল। | 每每到假日或是特殊节日,就会去看电影。 |
4 | সিনেমার মতো করে কথা বলা, পোশাক পরা সংস্কৃতির অংশ ছিল। | 追随新上映电影中的明星风采与姿态,曾是热门一时的文化。 |
5 | বর্তমানে সিনেমা পাগল বাঙালি সিনেমা হল বিমুখ। চলচ্চিত্রশিল্প পড়েছে হুমকি মুখে। | 如今,孟加拉国的电影爱好者已不再进电影院了,这个国家的电影厅接二连三的关门,倒是崭新的购物中心一家家开张取代了电影院原本的位置。 |
6 | একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। | 根据近十年来的报导,已经有上百家电影院倒闭[bn]。 |
7 | সেখানে নির্মিত হচ্ছে শপিংমল। গত দশকে প্রায় হাজারের মত সিনেমা হল বন্ধ হয়েছে। | 过去每年都有约 100 家的戏院开幕,现在也减少至 30-40 家 [bn]。 |
8 | শুধু তাই নয়, আগে যেখানে বছরে ১০০টির মতো সিনেমা তৈরি হতো, এখন সেটা নেমে এসেছে ৩০-৪০টিতে। | 达拉希克(Darashiko)定期在部落格上发布有关电影的文章。 |
9 | সিনেমা নিয়ে নিয়মিত ব্লগ লিখে থাকেন দারাশিকো। | 他分享了孟加拉国电影业的近况如下 [bn]: |
10 | তিনি তার ব্লগে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের একটি সাম্প্রতিক চিত্র তুলে ধরেছেন: | 夏孟里电影厅(Shyamoli Cinema Hall)只剩一场回忆。 |
11 | শ্যামলী সিনেমা হল এখন স্মৃতি। | 一座 14 层楼的购物中心正在原地施工搭建。 |
12 | হল ভেঙে এখানে তৈরি হচ্ছে ১৪-তলা শপিং কমপ্লেক্স। | 图片取自维基百科 |
13 | ছবি উইকিপিডিয়ার সৌজন্যে। | 孟加拉国电影业正处于最黑暗的时期。 |
14 | বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বোধহয় বর্তমানে সবচে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে ১৯৯০-৯১ সালে সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় ১২৩০টি, ২০১০ সালে এই সংখ্যা নেমে এসে দাড়িয়েছে ৭৪২-এ। | 1990 到 1991 年,电影厅的数量约为 1230 家。 |
15 | ঢাকার ৪৪টি সিনেমা হলের মধ্যে এখন আছে ৩৩টি, এগারোটিকে গুড়িয়ে দিয়ে গড়ে উঠেছে বিশাল অট্টালিকা। | 但到了 2010 年时,其数量锐减至 742 家。 |
16 | গুলিস্তান, শ্যামলী, নাজ, লায়ন, স্টার, শাবিস্তান, তাজমহল সিনেমা হারিয়েছে অনেক আগেই। … কাহিনী আর অভিনয়ের দুরাবস্থা নিয়েও বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বছরে ১০০টি সিনেমা মুক্তির ইতিহাসও আছে। | 达卡(Dhaka)的 44 家电影厅中,仅有 33 家幸存。 |
17 | গত এক দশকের তুলনায় ২০১০ সালে নির্মিত সিনেমার সংখ্যা সবচে কম, মাত্র ৬৩টি। | 在原本是电影厅的位置上,高楼大厦取而代之。 |
18 | ভয়াবহতার এই শেষ নয়, ২০১১ সালের প্রথম ছয় মাসে, জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত মুক্তি পেয়েছে মাত্র ১৯টি সিনেমা, বিনিয়োগকৃত টাকার পরিমান মাত্র ৩০ কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত সংবাদে জানা গেছে এ বছরে মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়াবে ৪৫-এ এবং আগামী বছরে সম্ভাব্য মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র ৩০টি। | 较为有名的有古丽(Gulistan)、夏孟里(Shyamoli)、那兹(Naz)、狮里恩(Lion)、繁星(Star)、夏碧斯(Shabistan)、塔马侯(Tajmahal)等电影院,都走入历史而渐被遗忘。 |
19 | কিন্তু সিনেমা হলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে? | 粗劣的剧本与平庸的制作让电影业每年仅上映 100 部电影。 |
20 | দর্শকরা কেনইবা আগের মতো আর সিনেমা হলে যাচ্ছেন না? | 2010 年仅有 63 部,是十年来最低的量。 |
21 | সিনেমা হলে না যাওয়া প্রসঙ্গে মেঘ রোদ্দুর লিখেছেন: | 情势每况愈下。 |
22 | আমি অবশ্যই সিনেমা হলে গিয়ে বাংলাদেশে নির্মিত সিনেমা দেখতে চাই। | 2011 年的上半年只有 19 部电影上映,且投资额仅 3 亿塔卡(360 万美金)。 |
23 | কিন্তু কষ্টকর হলেও সত্যি অধিকাংশ সিনেমা এমনই যে সেগুলো দেখতেও রুচিতে কিছুটা আঘাত লাগতে বাধ্য। | 新闻报导指出今年制作的电影只有 45 部,明年可能会减至 30 部。 |
24 | উদ্ভট সাজসজ্জা আর গল্পের সিনেমা আমি কেন দেখতে যাব? | 但为什么电影院会倒闭呢? |
25 | একই গল্প বার বার দেখতে কেন যাব? | 为什么观众不再进电影院了呢? |
26 | নকল করে সোজা কথায় কপি পেস্ট করা সিনেমা দেখতে কেন যাব? | 梅. |
27 | ভাস্কর্যের পেছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে তা একসময় ছিল গুলিস্তান সিনেমা হল। | 罗道(Megh Roddur)写道 [bn]: |
28 | এখন জামা-কাপড়ের মার্কেট। | 我当然想去电影院看电影。 |
29 | ছবি রণদীপম বসু। | 虽然这样讲很伤人,但事实上我对大多数电影都不感兴趣。 |
30 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 我何必去看一部充满了怪异服装和主题拙劣的电影? |
31 | এখন আর সপরিবারে সিনেমা দেখতে যাওয়া হয় না। | 我何必去看了无新意的故事? |
32 | এর জন্য আমি খারাপ ছবির দোষ দেবো না। | 我何必去看不断重复,或者说基本上就是复制贴上的电影呢? |
33 | বরং প্রেক্ষাগৃহের পরিবেশকেই বেশি দায়ী করবো। | 雕像后的建筑物曾经是有名的古丽电影厅(Gulistan Cinema Hall)。 |
34 | আমাদের দেশে কম করে হলেও আজও ভালো ছবি তৈরি হচ্ছে। | 现在成了服饰店。 |
35 | কিন্তু সপরিবারে একসাথে একটি জায়গায় বসে তা দেখার পরিবেশ আজ আর নেই। | 影像由 Ranadipam Basu 所摄。 |
36 | লেখাজোকা শামীম চলচ্চিত্রশিল্পের অধ:পতনের ৩টি কারণ উল্লেখ করেছেন: | 经同意后使用。 |
37 | দেশীয় সিনেমার নিম্নমান, অশ্লীল সিনেমা ও সিনেমা হলের পরিবেশের কারণে এই দেশের সিনেমা দর্শক হারিয়েছে। | Sachalayatan 社群中,一名部落客回忆起儿时与家人一起到电影院的时光。 该部落客将观影人数稀少归咎于电影院: |
38 | অথচ একসময় সিনেমা দেখার ব্যাপারটাই ছিল অন্যরকম। | 现在我们都不跟家人去电影院看电影了。 我并不怪罪于低质量的影片。 |
39 | অনেক আগ্রহ নিয়ে সিনেমা দেখতে যেতেন। | 而是应归咎于电影院的整体环境。 还是有少数的优质电影制作。 |
40 | রাসেল আশরাফ তার ব্লগে সেরকম একটা ঘটনা উল্লেখ করেছেন: | 但在这样的环境之下,我们仍是无法与家人一同观赏那些优质电影。 |
41 | আগুনের পরশমণি দেখতে গেছি আমি আর আমার সেজ মামা। | 雷克(Lekhajoka Shamim)引述了这个产业颓败的三个原因: |
42 | মনে করছি এই সিনেমা আর কে দেখবে সিনেমা শুরু হওয়ার একটু আগে গেলেই হবে। | 本土电影的低劣质量、不入流的电影内容以及电影院的环境,正是导致观影人数稀少的原因。 |
43 | ওমা গিয়ে দেখি রাস্তাতে পর্যন্ত লাইন। | 去看电影,原本是让人兴奋的娱乐活动。 |
44 | কি আর করা! | 许多人甚至热衷于此。 |
45 | লাইনে দাঁড়ালাম, টিকিট পেলাম পর্দার সামনের বেঞ্চীতে। | 罗素(Russel Ashraf)分享了下列的故事: |
46 | সিনেমা দেখে তারপরের তিন দিন ঘাড় সোজা করতে পারি নাই। | 我叔叔和我一起去看了电影《Aguner Poroshmoni》。 |
47 | সিনেমা শিল্পকে বাঁচাতে, সিনেমা হলে আগের মতো দর্শক ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে সরকার কিছুদিন আগে ভারতীয় ছবি আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার উদ্যোগ নেয়। | 我们以为不用着急的赶去,所以在开演前几分钟才前往。 结果,唉,我们看到长长的排列队伍都要排到大马路上去了。 |
48 | উল্লেখ্য, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় থেকে ভারতীয় ছবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। | 该怎么办! |
49 | নেটিজেনরা সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। | 我们只好照样排队等电影票,并蜷缩进屏幕正前方的位子里。 |
50 | ঢাকা নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হল। | 之后有三天我的脖子都酸痛到无法转动。 |
51 | ছবি তুলেছে রাগিব হাসান, উইকিপিডিয়ার সৌজন্যে | 为了让电影业起死回生,并吸引更多人进电影院,政府决定要撤除对印度电影(请注意印度电影从 1965 年就被禁播)的禁令。 |
52 | আমরাবন্ধু ব্লগের একটি পোস্টে নজরুল ইসলাম মন্তব্য করেন: | 此举引发网络上的犀利评论。 |
53 | হিন্দী সিনেমার প্রতি বিদ্বেষ থেকে না, দেশী একটা রুগ্ন শিল্পকে রক্ষা করতে আর নতুন উদ্যমে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্যই সরকারকে এই হঠকারীমূলক সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। | 达卡新兴市场(Dhaka New market)旁的巴拉卡(Balaka)电影院。 |
54 | তবে আমদানির পক্ষে মত যে ছিল না, তা নয়। একজন ব্লগার যেমন বলেছেন: | 影像取至雷吉(Ragib Hasan)建立的维基百科条目 |
55 | প্রেক্ষাগৃহের বড় পর্দায় নানা দেশের নানা স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাওয়া আমার কাছে একটি নাগরিক অধিকার। | 那兹鲁(Nazrul Islam)在 Amrabondhu 部落格发表的文章: |
56 | এই অধিকার কেবল ভারতীয় ছবি আমদানির কারণে চলচ্চিত্র-শিল্পের ধ্বংস বা উন্নয়নের বিতর্কে বন্দি থাকেনা। | 并非想表达憎恶北印度语言(Hindi)电影,而是政府不应该压低姿态以这样卑劣的决定,拯救岌岌可危的电影产业。 |
57 | সমালোচনার মুখে সরকার অবশ্য ভারতীয় সিনেমার ওপর থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। | 但也有人支持国外电影: 一名部落客费名杜(Fahmidul Haque)表示: 对我来说,可以观看不同种类的本土或国际电影是人民的权利。 |
58 | এদিকে দেশীয় চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য কী করা দরকার, তার একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন কল্লোল মোস্তফা: | 我们不该因禁止印度电影的进口来拯救本土产业所产生的争论,而限制了这项权利。 由于舆论四起,政府决定收回撤除印度电影禁令的决策。 |
59 | চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য চাই রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আর্থিক দায়িত্ব নেয়া, চলচ্চিত্র শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যাবস্থা এবং দেশের বড় বড় সিনেমা হলে বাধ্যতামূলক ভাবে মাসের অন্তত একটি সপ্তাহে ভারতীয় বাজারি ছবি নয় বরং ভারতসহ সারা দুনিয়ার সেরা চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা। | 卡罗(Kallol Mustafa)对于如何复苏本土电影业有独到见解: 我们需要政府机构和财力上的支持贡献、电影业的制度化,以及在各家电影院中强制每个月一周播放国际电影(不仅限于印度电影)。 |