# | ben | zhs |
---|
1 | মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রযুক্তি আর স্বচ্ছতা: দীর্ঘ পথ পাড়ি দেয়া বাকি | 中东/北非:资讯透明仍待进步 |
2 | ২০০৯ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (দুর্নীতির উপলব্ধির তালিকা) লাল রঙে ব্যাপক দুর্নীতি আর কম দুর্নীতি সবুজ রঙে, উইকিপিডিয়া থেকে | |
3 | ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (দুর্নীতির উপলব্ধির তালিকা) অনুসারে, মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকার অনেক দেশ বিভিন্ন মাত্রায় খুব খারাপ ফল করেছে। | |
4 | যেসব কর্মী আর সংগঠন সুধী সমাজ আর শাসকদের সাথে যুক্ত (যারা স্বচ্ছতা আর জবাবদিহিতাকে তুলে ধরার কাজে রত) প্রায়শই নির্যাতনের কবলে পরে আর তাদের বিরুদ্ধে শত্রুতার নীতি প্রণয়ন করা হয়। | |
5 | ওদিকে শাসন, প্রশাসন আর প্রতিদিনের জীবনে মধ্য মানের প্রযুক্তির সংশ্লিষ্টতার ফলে এরা খুব কম প্রযুক্তি আর হাতিয়ার আর প্লাটফর্ম ব্যবহার করছেন যেগুলো জবাবদিহিতা আর প্রাতিষ্ঠানিক একাত্মতা তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। | |
6 | বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান আর কর্মী যারা স্বচ্ছতা তুলে ধরার জন্য কাজ করছেন তাদের জন্য প্রায়শই আইনী বাধা থাকে। | 2009年贪腐观感指数综览(最严重者显示为红色,最轻微者为绿色),图片来源:维基百科 |
7 | যেমন, সিরিয়া আর মিশরের সংবিধান যদিও প্রকাশের স্বাধীনতা দেয় আর নাগরিক সংস্থার স্থাপনার সুযোগ দেয় যারা সামাজিক বা রাজনৈতিক বিষয়ের জোর দেয়, ষাটের দশক থেকে একটি ইমার্জেন্সি আইন আছে যা এইসব অধিকার বন্ধ রেখেছে জাতীয় নিরাপত্তার অজুহাতে আর যা নিরাপত্তা ব্যবস্থাকে অপরিসীম ক্ষমতা দেয় সেই সব ব্যক্তি আর সংস্থাকে বিচার করার যাদের কর্তৃপক্ষ ঠিক না মনে করে। | |
8 | কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর ২০০৯ সালের রিপোর্টের তালিকার অর্ধেকের মতো ছিল ইরান, সৌদি আরব, সিরিয়া, তিউনিশিয়া আর মিশর এবং বলা হয়েছে সেই সব দেশ ব্লগারদের জন্যে সব থেকে খারাপ যায়গা। | |
9 | সংশ্লিষ্ট দেশের অনলাইন কর্মীদের বিরুদ্ধে শত্রুতার এটি একটি নির্দেশক আর দুর্নীতি আর জবাবদিহিতার বিষয় তুলে ধরার জন্য প্রযুক্তির ব্যবহার সেখানে দরকারী। | 2009年贪腐观感指数综览(最严重者显示为红色,最轻微者为绿色),图片来源:维基百科 |
10 | আইনী বাধা ছাড়াও, অঞ্চলের অনেক দেশেই নিম্ন হারে ইন্টারনেট ব্যবহার হয় এবং যার কারণ দুর্বল অবকাঠামো আর ধীর কানেকশন স্পিড। ইন্টারনেট ওয়ার্ল্ড পরিসংখ্যান অনুসারে মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকাতে ইন্টারনেটে ঢোকার হার শতকরা ২৯. | 「国际透明组织」的「贪腐观感指数」显示,中东与北非绝大多数国家表现很差,对于关心民间社会及治理的人士及组织(包括推动资讯透明及责信的单位),政府采取高压及敌视政策,再加上科技未完全融入治理、行政及日常生活,导致大众鲜少使用现有科技、工具及平台促进责信及制度健全。 |
11 | ৮ ভাগ- বিশ্বের গড় শতকরা ২৫. ৬ এর একটু উপরে। | 主要挑战 |
12 | এইসব দেশে প্রবেশের হার ইরাকে ১. | |
13 | ১% আর ইয়েমেনে ১. | |
14 | ৮% থেকে সংযুক্ত আরব আমিরাতে ৭৫. | |
15 | ৯% আর বাহরাইনে শতকরা ৮৮ ভাগ। দুর্বল অবকাঠামো প্রযুক্তিগত হাতিয়ার গ্রহণকে সাহায্য করেনা; সিরিয়ার ব্যবহারকারী বেশীরভাগ লোক এখনো ডায়াল-আপ সংযোগ ব্যবহার করছেন, আর লেবাননের ইন্টারনেটকে সম্প্রতি বিশ্বে দ্বিতীয় স্থান দেয়া হয় সব থেকে খারাপ আপলোড স্পিডের জন্য। | 非政府组织与社运人士推动资讯透明时,常面临立法阻碍,例如叙利亚及埃及宪法保障言论自由,亦支持成立关心社会或政治议题的民间组织,但自 六零年代起,政府便实施紧急法,以国家安全为名暂停这些权利,也让安全机构拥有无限权力,迫害不利于政府的个人及组织。「 |
16 | বর্তমানে স্থানীয় অনেক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আর অন্যান্য সংস্থার কর্মী বা সাধারণ অ্যাকটিভিস্ট একই তীব্রতা আর লক্ষ্য নিয়ে কাজ করছেন তদন্ত আর স্থানীয় কর্তৃপক্ষের ভীতির মধ্য দিয়েই। কেউ কেউ লাইসেন্সবিহীনভাবে এমন সব দেশে কাজ করেন যারা এমন সব সংস্থা খুলতে দেয় না বা লাইসেন্স পাওয়া খুব কঠিন করে দেয়। | 保护记者协会」在2009年公布 「十大不适合博客居住国家」,伊朗、沙乌地阿拉伯、叙利亚、突尼斯、埃及便分占五名,对于网络社运及利用科技关注贪腐及责信,这些国家政府态度并不友善。 |
17 | সব থেকে বেশী যে ধরণের প্রযুক্তি গ্রহন করা হয় তা এখনো একেবারেই মৌলিক বিষয়- একটা ওয়েবসাইট তৈরি করা যা ঐ সংস্থার ব্যাপারে প্রারম্ভিক তথ্য দেয় আর সংবাদের স্বচ্ছতার ব্যাপারে কিছু প্রতিবেদন বিশ্বব্যাপী তুলে ধরে। | |
18 | উপরে উল্লেখিত বাধা সত্ত্বেও, বেশ কিছু নিবেদিত কর্মী আর সংস্থা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন বেশ কিছু প্রযুক্তিগত প্লাটফর্ম ব্যবহার করে। | 除了立法障碍,区域内许多国家网络普及率很低、基础建设不足、连线速度缓慢,「网络世界数据」 指出,中东与北非地区网络普及率为29. |
19 | ২০০৭ সালে মরোক্কোতে খবরে সরগরম ছিল অজ্ঞাত একজন কর্মীর ব্যাপারে যে তারগুইস্ট স্নাইপার নামে পরিচিত ছিলেন। তিনি পরিচয়সহ পুলিশ অফিসারদের বেশ কিছু ভিডিও ধারন করেছিলেন ট্রাক চালক আর সম্ভাব্য চোরাচালানিদের কাছ থেকে অর্থ ঘুষ নেয়ার সময়ে আর তারপরে এইসব ভিডিও ইউটিউবে আপলোড করে দিতেন যেখানে প্রায় লক্ষ লক্ষ লোক এটা দেখত আর এটি বড় ধরনের হিট ছিল। | 8%,仅比全球平均值25.6%稍高,各国之间差异甚钜,例如伊拉克(1.1%)、也门(1.8%)、阿拉伯联合酋长国(75.9%)、巴林(88%),基础建设不足亦无助于采用科技工具推动资讯透明,叙利亚绝大多数用户仍在使用拨接上网,黎巴嫩网络上传速度最近更 跌至全球倒数第二。 |
20 | তার ইউটিউব প্রোফাইলে ভয় দেখিয়ে মন্তব্য রাখা হয় থামার জন্য নাহলে, আর দুর্ভাগ্যবশত:, স্থানীয় পুলিশ অফিসাররা এই ভিডিওতে সাড়া দেন তার এলাকার জনগণকে গণহারে শাস্তি দিয়ে এই আশায় যে এটা তাকে থামাবে। | 目前各个组织在中东与北非运作时,常得面临当地政府审查及迫害的危险,有些国家不允许这些组织成立,或是执照申请程序极为困难,故这些单位常是无照组织,运用科技程度大多仍属基础,如架设网站提供组织简介,以及有关全球资讯透明的资源与文章。 |
21 | ক্রমে এইসব ভিডিও নয়জন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের গ্রেপ্তারের আর অন্যদের বদলির কারন হয়। | 成功案例 |
22 | তারগুইস্ট স্নাইপার এখন আর সচল না, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি প্রযুক্তিকে হাতিয়ার করে দুর্নীতির মুখোশ খুলতে বড় ভূমিকা রাখতে পারে। আর একটা বিশিষ্ট প্রচেষ্টা হচ্ছে শারেক৯৬১ এর লেবাননের প্রজেক্ট। | 虽然有上述障碍,社运组织及人士仍运用不同科技平台,获得可观的成果,2007年,摩洛哥匿名博客成为焦点,这位化名Targuist Sniper的 博客拍摄好几段影片,其中警员明显向卡车司机与可能的走私贩收贿,他之后将影片上传至YouTube,浏览人次突破百万,他后来接到威胁留言要求停止,当 地员警则大动作惩罚附近居民,企图迫使他停手,最终这些影片让九名贪腐警员遭逮捕、其他人遭调职。 |
23 | শারেক৯৬১ উশাহিদি নির্ভর একটা প্লাটফর্ম যা লেবাননি নাগরিকদের ক্ষমতা দেয় 'অনলাইন, ইমেইল বা এসএমএস' এর মাধ্যমে চাক্ষুষ রিপোর্ট পাঠিয়ে নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা আর অন্যান্য বিষয়ে স্বচ্ছতা তুলে ধরার। | Targuist Sniper现已无活动,但已展示个人在科技协助下,揭发贪腐能带来重大影响。 |
24 | শারেক৯৬১ ২০০৯ সালের লেবাননের নির্বাচনের সময়ে কয়েক ডজন রিপোর্ট পায় আর বেনামীভাবে নাগরিকদের এইসব রিপোর্ট প্রকাশ করে সংবাদ রিপোর্ট, ব্লগ পোস্ট, ছবি, ভিডিও আর টুইটের সাথে যা একটি ইন্টারঅ্যাক্টিভ মানচিত্রে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের আরো সফলতার কাহিনী তৈরির জন্য সেইসব স্থানীয় সংস্থা আর কর্মীদের সাহায্য করা দরকার যারা স্বচ্ছতা তুলে ধরতে আর দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। | 另一项案例则是黎巴嫩的Sharek961计划,使用Ushahidi平台,透过电子邮件或手机简讯,「让黎巴嫩民众传送选举相关的事件或议题,一同促进资讯透明」,该计划于2009年选举期间接到数十则通报,并在互动地图上,匿名公布通报内容,并搭配新闻报导、博客文章、照片、影片及Twitter讯息。 |
25 | দেখা দরকার তারা যাতে তাদের নিজেদের দেশে প্রযুক্তিগত মাধ্যম আর সাহায্য পায় আর আইনী সহায়তা পায় তাদের প্রয়োজন অনুযায়ী। | 为创造更多类似成功案例,我们必须协助地方组织及人士取得科技专业,并依据个别国家需求给予法律扶助,以推动资讯透明及对抗贪腐,中东与北非拥有庞大潜力,只要拥有所需支援,就能获得最大成果。 |
26 | এই অঞ্চলের অনেক সম্ভাবনা আছে, আর ভালো ফলাফল নির্ধারণ করা যায় যেখানে প্রয়োজন সেখানে যথাযথ সাহায্য প্রদান করে। | 校对:Soup |