# | ben | zhs |
---|
1 | বিশ্ব: আন্তর্জাতিক ক্রেওল মাস | 国际克里奥月活动 |
2 | অক্টোবর পরিণত হয়েছে ক্রেওল ভাষা উদযাপনের মাসে আর ক্রেওল ব্লগের জগৎ এদিকে মনোযোগ দিচ্ছে। | 全世界在十月庆祝克里奥语(Creole),克里奥博客也在关注此事。 |
3 | ক্রেওল আসলে কি? | 但克里奥是什么? |
4 | এটা হয়তো বিশ্বব্যাপী ভাষাবিদদের মধ্যে সব থেকে বিতর্কিত বিষয়- এটি একটি খুবই জটিল আর বিস্তৃত ভাষা। অভিবাসন আর স্থানীয় জনগণের মিশ্রণের ফসল হিসেবে দাসত্বের সময় থেকে ক্রেওল হচ্ছে একটি মৌখিক ভাষা, যা হয় নিষিদ্ধ করা হয়েছে বা নীচু করে দেখা হয়েছে। | 全球许多语言学家都为此事论辩不休,这是种极为复杂且多元的语言,由于人口迁徙与交流,起自奴隶制尚存时代,克里奥语即为一种方言,通常受官方禁止或忽视,不过情况在一九八零年代开始转变,以克里奥语为主的留尼旺地区博客Renyone指出: |
5 | কিন্তু ১৯৮০র দশকে পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে, যা ব্যাখ্যা করেছে ক্রেওল সম্পর্কিত রিউনিয়ন দেশের ব্লগ, রেনিওয়ান: ১৯৮১ এ যেসব বিজ্ঞানীর ভাষা ক্রেওল ছিল তারা নিজেদের প্রশ্ন করা শুরু করেন যে কোন পদ্ধতিতে ক্রেওল ভাষাকে তুলে ধরা যায়। | 1981年,因为国际克里奥研究委员会举办科学研讨会,以「克里奥世界的克里奥延续性与创意」为主题,使用克里奥为母语的科学家开始自问,如何能鼓励人们使用克里奥语。 |
6 | এটা শুরু হয়েছিল ক্রেওল স্টাডিজের আন্তর্জাতিক কমিটি আয়োজিত একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম থেকে, ক্রেওল/ক্রেওলস ভাষা, চলমানতা আর ক্রেওল জগতে সৃষ্টিশীলতার বিষয় নিয়ে যা আলোকপাত করেছিল। | |
7 | রেনিওয়ান আরো বর্ণনা দিয়েছেন একটা উৎসবের কথা যা বেশীরভাগ ক্রেওলসভাষী দেশে ঐতিহ্যে পরিণত হয়েছে: | Renyone之后叙述多数克里奥国家如何逐渐形成传统: |
8 | ১৯৮২ তে সিশেলেস এর সরকার ক্রেওলস সপ্তাহের আয়োজন করেন। প্রথম আন্তর্জাতিক বাঞ্জিল ক্রেওল দিবস অনুষ্ঠিত হয় ১৯৮৩ এর ২৮শে অক্টোবরে। | 1982年,塞舌尔政府举办克里奥周,[…]第一届国际BANNZIL KREYOL日于1983年10月28日举行,此后全世界克里奥国家都在此日庆祝。 |
9 | তারপর থেকে বিশ্বব্যাপী ২৮শে অক্টোবর সব ক্রেওল ভাষার দেশে এই উৎসব পালিত হচ্ছে। তারপর থেকে এই কথ্য ভাষার (মাঝেমাঝে যাকে উপভাষা বলা হয়) সংরক্ষণ অনেক লোকের চিন্তার কারণ হয়েছে। | 之后许多人便相当关注,如何能够保存这些方言,例如国际克里奥人组织即发表目标宣言,名为「大家来说克里奥语」(Annou Palé Patwa)的Facebook群组亦有相同看法,一位特立尼达和多巴哥民众在有关今年克里奥月庆祝的讨论中表示: |
10 | ক্রেওল মানুষের আন্তর্জাতিক সংস্থা এইসব তথ্য প্রকাশ করছে। | 十月是全球克里奥月,我们该怎么在千里达推动此事?[ |
11 | ফেসবুকের একটা দল ‘আন্নু পালে পাতোয়া' ( ‘আসুন পাতোএস/ক্রেওল বলি') তাদের জন্য ক্রেওল এক চিন্তার ব্যাপার - তাই জানিয়েছেন, যেখানে একজন ত্রিনিদাদিয়ান নেটিজেন এই বছরের ক্রেওল মাস উদযাপন নিয়ে চিন্তা করেছেন: | |
12 | বিশ্বব্যাপী অক্টোবর ক্রেওল মাস, এটাকে ত্রিনিদাদে উদযাপন করতে আমরা কি করতে পারি? | …]如果要进行什么全国性活动,最佳方法为何? |
13 | জাতীয় ভাবে করতে গেলে সব থেকে ভালো কি হয়? স্থানীয় ভাবে মাঠ পর্যায়ে আর একই ভাবে সরকারি ভাবেও প্রচার, সংরক্ষণ বা উদযাপন করার ব্যবস্থা নেয়া যায়। | 要推广、保存与庆祝克里奥的种种计划中,包括地方田野工作与政府政策,多米尼克博客Living Dominica在两年前发表文章,让我们知道在有些国家,这项庆祝活动并非只是象征形式: |
14 | ডোমিনিকান ব্লগার লিভিং ডোমিনিকার একটা পোস্ট প্রকাশিত হয়েছে দুই বছর আগে যেখানে আমরা দেখতে পারি যে আরো কিছু দেশে এই উদযাপন কেবলমাত্র একটা অনুষ্ঠান না: ডোমিনিকাতে এই মাস ক্রেওলের সময়, যেটা আমার খুব প্রিয় অনুষ্ঠান। | 这个月是克里奥月,是我最喜欢的节庆,每年这个时候,都会庆祝一切有关多米尼克的事,在独立纪念日(11月3日)与世界克里奥音乐节(10月26日至28日)来临之前,人们都逐渐感受到节庆精神。 |
15 | এই সময় একটা উৎসব যা সকল ডোমিনিকানকে সম্মানিত করে। সবাই ফুর্তির সাথে পালন করেন স্বাধীনতা দিবস (নভেম্বর ৩) আর বিশ্ব ক্রেওল সঙ্গীত উৎসব ( অক্টোবর ২৬-২৮)। | 世界克里奥音乐节诞生于13年前,多米尼克政府藉此庆祝国际克里奥月,也一路连结至庆祝该国于1978年11月3日独立的纪念日。 |
16 | উপরে উল্লিখিত বিশ্ব ক্রেওল সঙ্গীত উৎসব ১৩ বছর আগে জন্ম নেয় আন্তর্জাতিক ক্রেওল মাসকে নভেম্বর ৩, ১৯৭৮ সালে পাওয়া দ্বীপের স্বাধীনতা উদযাপনের সাথে সম্পৃক্ত করার জন্য ডোমিনিকান সরকারের ইচ্ছার কারনে। | |
17 | এইসব থেকে, এটা প্রায় স্পষ্ট যে ক্রেওল মাস আর ক্রেওল দিবস, অক্টোবর ২৮, একই ভাবে বিশ্বব্যাপী উদযাপিত হয় না। | 这些例子皆可显见,无论是克里奥月或克里奥日(10月28日),世界各地庆祝并未统一,以下为部分2009年克里奥日庆祝活动: |
18 | এখানে ২০০৯ এর ক্রেওল দিবস নিয়ে কিছু পোস্ট আছে: | 英国团体MBMB撰文邀请人们参与2009年9月27日的活动,也回忆过去几年他们所办过的活动。 |
19 | লন্ডন থেকে এমবি এমবি ‘মিনম বিতেন, মিনিম বাগায়' দল (গুয়াদেলোপিয়ান আর মারটিনিকান ক্রেওল কথা যার মানে ‘সবই এক') একটা পোস্ট লিখেছেন মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য যা সেপ্টেম্বর ২৭, ২০০৯ এ অনুষ্ঠিত হয়েছে আর তাদের আগের ‘এমবিএমবি ক্রেওল দিবস' স্মরণ করার জন্য। | 加拿大克里奥团体Kepkaa邀请人们参与「蒙特娄克里奥月」,撰文题为「一同庆祝克里奥文化」;加国另一项活动为加拿大克里奥小姐选美比赛,也公布于Facebook网站上,这是首届以克里奥文化为主题的选美活动,已于10月17日举行,也是庆祝克里奥月的一部分。 |
20 | কানাডাতে, ক্রেওল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেপকা মানুষকে আমন্ত্রণ করেছে মন্ট্রিয়ালে ক্রেওল মাস উদযাপনের জন্য। তারা হাইতির ক্রেওল ভাষায় একটা পোস্টে এই আহ্বান করে যার নাম ‘হাইতিয়ান ক্রেওল -ক্রেওল সংস্কৃতি এক সাথে উদযাপন করি'। | 法国Anba pyé mango-la宣布名为「听见克里奥」的文化活动,赞扬克里奥的口语传统: |
21 | মিস ক্রেওল কানাডা সুন্দরী প্রতিযোগীতা নামে আরেকটি কানাডার অনুষ্ঠান ঘোষিত হয়েছিল আর ফেসবুকে প্রচারিত হয়েছিল। ক্রেওল মাস উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো এবার ১৭ই অক্টোবর ক্রেওল সম্প্রদায়ের একজন সুন্দরীকে বাছাই করা হলো। | 麦克风开放给所有人:诗人、歌手、诗歌赛、作家、说书人、音乐家… |
22 | প্যারিসে, ব্লগার আনবা পায় মাঙ্গো লা একটা সাংস্কৃতিক সন্ধ্যা ঘোষণা করেছেন “তান ক্রেওল' নামে (ক্রেওল ভাষায় ‘ক্রেওল শোনেন') যেখানে ক্রেওলের মৌখিক ভাষাকে সম্মানের আসন দেয়া হয়েছে: | 瓜德罗普政府在各地举办为期一个月的活动,以庆祝「十月,行动克里奥」的主题,以下是guadeloupe.coconews网站上两项节目重点: |
23 | মাইক সবার জন্য উন্মুক্ত: কবি, সঙ্গীত শিল্পী, কবিতা অবমাননা কারী। | 一,活动第一阶段开放大众参与。 |
24 | লেখক। গল্প কথক, বাদ্যশিল্পী… | 二,第二阶段仅限学生参加。 |
25 | গুয়াদেলুপে, স্থানীয় কর্তৃপক্ষ মাসব্যাপী অনুষ্ঠান ঠিক করেছে যা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে, (ক্রেওল অক্টোবর, ক্রেওল মোশন) উদযাপনের জন্য। | |
26 | গুয়েদালুপ. কোকোনিউজ অনুষ্ঠানের প্রধান দুটি জিনিষ উল্লেখ করেছেন: | 马提尼克的montraykreyol张贴一篇文章,质疑当地的克里奥月庆祝活动,尤其是一星期的庆典与庆祝克里奥之间的关联: |
27 | ১। অনুষ্ঠানের প্রথম পর্যায় সকলের জন্য উন্মুক্ত ২। | 各位认为一年捍卫克里奥文化一星期就足够吗? |
28 | দ্বিতীয় অংশ ছাত্রদের জন্য নির্দিষ্ট পরিশেষে মার্টিনিক থেকে, মন্ট্রেক্রেওল একটা পোস্ট ছাপিয়েছেন যেটা সেখানে ক্রেওল মাস উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছে আর বিশেষ করে ক্রেওলকে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান করে উদযাপনের যৌক্তিকতা নিয়ে: | CLAUDE MARLIN表示:「我不认为足够,但这对克里奥是件好事,因为目前一切都是针对语言,但各种活动必须全年进行,也必须一直保持谨慎,因为纵然克里奥语言出现在电视、广播或广告中,多数时候也不够精确,可能对语言完整性有害。」 |
29 | ক্লোদ মার্লিন: আমার মনে হয় না কিন্তু ক্রেওলের জন্য এটা একটা বড় ব্যাপার - এই ভাষা নিয়ে আর যা করা হয়েছে সে সবের মতই। | 缩图「开放与合作」来自Flickr用户psd,依据创用CC授权使用 |
30 | কিন্তু সারা বৎসরব্যাপী কিছু না কিছু হওয়া উচিত আর আমাদের সব সময়ে সাবধান থাকা উচিত, কারণ টিভিতে, রেডিও বা বিজ্ঞাপনেও যখন ক্রেওল বলা হয় উদাহরণ স্বরূপ, বেশীরভাগ সময় এটা কাঁচা বা ভাঙ্গা ভাঙ্গা, যা এই ভাষার একত্রীকরণের জন্য ক্ষতিকারক। | 校对:Soup |