# | ben | zhs |
---|
1 | আর্মেনিয়া: বিশ্ব এইডস দিবস পর্যবেক্ষণ | 亚美尼亚:世界爱滋日活动 |
2 | ১লা ডিসেম্বর, ২০০৮ ছিল ২০তম এইডস দিবস, তবে এই দিবসটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান এ কম গুরুত্ব পেয়েছিল। কারন এটি এমন এক দেশে পর্যবেক্ষিত হয়েছে যেখানে যৌণ স্বাস্থ্য বা এই ধরনের বিকল্প উপ-সংস্কৃতির মত বিষয়কে মোটামুটি নিষিদ্ধ মনে করা হয়। | 12月1日是第20届世界爱滋日,虽然相关活动在亚美尼亚首都雅里温(Yerevan)规模很小,但在这个国家里,性卫生与另类次文化等仍属禁忌话题,这样的活动已属不易,Pink Armenia张贴当日节目表,包括三个本地乐团的演唱会。 |
3 | পিঙ্ক আর্মেনিয়া সারাদিনের কর্মসূচী পোষ্ট করেছে যাতে তিনটি স্থানীয় ব্যান্ডের সংগীত পরিবেশনের কথাও বলা আছে: | |
4 | ১লা ডিসেম্বর, বিকেল ৪টায় আমরা মিলিত হব ভারডান ম্যামিকোনিয়ান ভাস্কর্যের নিকট এবং আমাদের পদব্রজ শুরু করব রিপাবলিক স্কয়্যার পর্যন্ত, এবং তারপর সকলে হাজির হব পুশকিন স্ট্রিটের অ্যাভাগার্ড লোক-ক্লাবে (পুশকিন ৩এ) বিকেল ৫টায় মূল অনুষ্ঠান শুরু করার জন্য, যার মধ্যে থাকবে পান্ক আন্ডারগ্রাউন্ড রক সংগীতানুষ্ঠান, সিনেমা এবং সরাসরি সম্প্রচার। | |
5 | অনুষ্ঠানের সময় আমরা এইচআইভি এবং কনডম বিষয়ক বিভিন্ন তথ্যমূলক আলোচনা করব । সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এবং ভিতকাঁপানো আর্মেনিয়ার সমকামী ব্লগ, আনজিপড: গে আর্মেনিয়া পুরোদিনের খবরগুলো সংকলিত করেছিল এবং সাথে সাথে গতবছর বিশ্ব এইডস দিবসের পরবর্তী এক বছরের কর্মকান্ড তুলে ধরে যেহেতু সেটি আর্মেনিয়ার এইচআইভি/এইডস এর সাথে সম্পর্কযুক্ত। | 12月1日下午4点,我们会在Vardan Mamikonyan雕像附近集合,一路游行至共和广场,然后转向Pushkin街的avangard乡村俱乐部,于5点开始主要节目,包括地下庞克摇滚演唱会、报告、影片播放与现场表演,活动期间将发送 爱滋病信息与保险套。 |
6 | ইতিমধ্যে, আর্মেনিয়া: উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান ব্লগ দেশের জ্ঞাত এইচআইভি আক্রান্তের সাথে সম্প্রতি বৃদ্ধিপ্রাপ্তদের চিত্র তুলে ধরে এবং রোগটির লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য স্থানীয়ভাবে আবিষ্কৃত একটি ওষুধ সম্পর্কে একটি মিডিয়া প্রতিবেদনের উপর মন্তব্য করে: | |
7 | আর্মেনিয়াতে প্রথম এইচআইভি আক্রান্তের খবর প্রকাশিত হয় ১৯৮৮ সালে। তারপর থেকে আর্মেনিয়ার এইডস প্রতিরোধ সংস্থার মতে ১৫০ জন প্রাণ হারিয়েছে এইডসে, তার মধ্যে ১২৮ জন পুরুষ এবং বাকী ২২ ছিল নারী। | Unzipped: Gay Armenia或许是最受欢迎、最具突破性的亚美尼亚同性恋/双性恋/跨性别博客,其中整理当天活动,并回顾自去年世界爱滋日至今的一年时间里,关于国内爱滋的相关情况。 |
8 | একই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ৬৪৯ জন এইচআইভি পজেটিভ রয়েছে। যাই হোক ইউএনএআইডিএস এই সংখ্যাটিকে অবশ্য বলেছে ২৪০০ যার মধ্যে ৬১০ জন নারী। | Armenia: Higher Education & Sciences博客提供国内 爱滋病疫情的背景,并响应媒体质疑本地研发抗爱滋症状药物的报导: |
9 | সহজতর, সস্তা এবং অত্যধিক গোপনীয়তায় চিকিৎসা করার মানসে যে সকল আর্মেনিয়ান এইডস/এইচআইভি+ লোকজন দেশত্যাগ করেছে তাদের কোন সঠিক পরিসংখ্যান নেই। […] এইচআইভি ভাইরাস বিস্তারের প্রধান দুটো কারন হলো অনিয়ন্ত্রিত/উচ্চ ঝুঁকিপূর্ণ বিপরীতলিঙ্গের সাথে সহবাস (৪৯ শতাংশ) এবং শিরায় নেশাদ্রব্য ব্যবহারকারীদের আক্রান্ত সূঁচ ভাগাভাগি করে ব্যবহার (৪৪ শতাংশ)। | 亚美尼亚在1988年出现首件爱滋病案例,据爱滋病防治中心资料,此后有150人死亡,其中128人为男性、22人为女性,另指出目前国内有649名 爱滋病患;但联合国爱滋病规划署指出,亚美尼亚爱滋病患为2400人,包括610人为女性,数据未估计有多少爱滋病患离开我国,寻求更简易、更平价、更保密的治疗环境。[ …] |
10 | অন্যান্য কারন এর মধ্যে অনিরাপদ সমকামী সহবাস এবং মা থেকে সন্তানে (জন্মপূর্ব) ভাইরাস স্থানান্তর জনিত কারন ধারন করে বাকী ৭ শতাংশে।[ …] ২০০৮ আর্মেনিকামেরও ১০ প্রতিষ্টাবার্ষিকী, যা কিনা তথাকথিত আশ্চর্য ঔষধ। | 罹病主因包括未防护之异性恋性交(49%)与注射性毒品成瘾者共享针头(44%),另外7%为未防护之同性恋性交与母子怀孕传染。[ …] |
11 | বহুবছর ধরে মানুষ এইচআইভি ভাইরাস দূরীকরনে অভূতপূর্ব ক্ষমতার আর্মেনিয়ার এই আশ্চর্যজনক ফর্মুলার কথা আলোচনা করে আসছে।[ …] | Armenicum这种药品至2008年上市满十周年,多年来很多人说这是神奇药,认为这个配方能治疗 爱滋病毒。[ …] |
12 | এই লেখাটি বলে যে বেশীর ভাগ আর্মেনিয়ানরা যে জিনিসটা জানেনা তাহলো তাদের কর এর টাকা ব্যয় হয় আর্মেনিকামের জন্য, যা কিনা বিশ্বে একমাত্র প্রমানিত এইচআইভি চিকিৎসা, এন্টি রেট্রোভাইরাল (এআরভি) ওষুধের খরচের তিনগুনের বেশী। | 报导指出,多数亚美尼亚人或许不知道,这种药品背后是纳税钱资助,成本是世界唯一证实有效爱滋病药品的三倍以上,他们或许也不知道再过几个月,未来国内 爱滋病患能选择的药品,可能只剩下Armenicum一种。 |
13 | তারা সম্ভবত এই বিষয়েও সচেতন নয় যে কয়েকমাসের মধ্যেই ভবিষ্যতের এইচআইভি আক্রান্ত রোগীদের জন্য আর্মেনিকাম আর্মেনিয়ার একমাত্র লভ্য পছন্দ হয়ে উঠতে পারে । […] | 照片来自Onnik Krikorian / Oneworld Multimedia 2008,依据创用CC授权使用 |
14 | আলোকচিত্র সমূহের জন্যে কৃতজ্ঞতা :©অনিক ক্রিকোরিয়ান/ ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৮, ক্রিয়েটিভ কমনস লাইসেন্স এর অধীনে ব্যবহৃত | 校对:Soup |