Sentence alignment for gv-ben-20100405-10174.xml (html) - gv-zhs-20100328-4862.xml (html)

#benzhs
1গ্লোবাল পালস ২০১০: সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে অনলাইন এ কথা বলার আমন্ত্রণ2010全球脉动:与决策者相会网络
2২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত গ্লোবাল পালস ২০১০ এর লক্ষ্য হচ্ছে ২০,০০০ এর বেশী ব্যক্তি আর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটা অনলাইন কথোপকথনের আয়োজন করা যেখানে মানব উন্নয়ন থেকে প্রযুক্তি পর্যন্ত বিষয় আলোচিত হবে।从3月29日至3月31日,「2010全球脉动」(Global Pulse 2010)这项活动将有超过两万名个人及组织代表参加,透过网络对话讨论人类发展、科技等各项议题。
3এই অনুষ্ঠানের স্পন্সর করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) আর এর লক্ষ্য হচ্ছে বিশ্বের নাগরিকদের একটা সুযোগ দেয়া যাতে তারা সামাজিক সমস্যার সমাধান নিয়ে নতুন সব ধারণা সম্পর্কে তাদের মতামত জানাতে পারে। ইউএসএইড বলেছে যে অনলাইন এই অনুষ্ঠানের অনুপ্রেরণা যুগিয়েছে গত বছর জুন মাসে কায়রোতে প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া এক বক্তৃতা যেখানে তিনি বলেছিলেন যে তিনি বাকি বিশ্বের সাথে সহযোগিতা বাড়াবেন।活动由「美国国际发展总署」(USAID)赞助,希望让全球民众有机会表达己见,并提出解决社会问题的创新构想,该机构表示,活动概念源于美国总统欧巴马(Barack Obama)2009年6月在埃及开罗的演说,其中希望与世界各地建立夥伴关系。
4আলোচনার দশটি বিষয় অনুষ্ঠান রাত বারোটায় (জিএমটি সময়) শুরু হবে আর এক নাগারে ৭২ ঘন্টা ধরে চলবে।讨论议题
5অংশগ্রহণকারীরা অনলাইনে একে অনুসরণ করে বেশ কয়েকটি সরাসরি আলোচনায় একই সাথে মন্তব্য করতে পারবেন।
6সকল আলোচনা সেইসব খ্যাতিমান নেতাদের দ্বারা পরিচালিত হবে যারা মতামতে নেতৃত্ব দেন। আরও থাকবেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণকারী আর এনজিও সদস্যরা, যার মধ্যে আছেন বিখ্যাত সেনেগালিজ সঙ্গীত শিল্পী ইয়োসু এন'দুর যিনি ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে চালাচ্ছেন জোরালোভাবে, আর ইকবাল জেড কাদির, বাংলাদেশে গ্রামীনফোনের প্রতিষ্ঠাতা, এবং ইথান জুকারম্যান, গ্লোবাল ভয়েসেস অনলাইনের সহ-প্রতিষ্ঠাতা।这项活动将自格林威治时间3月29日凌晨零时开始,连续72小时不间断进行,参加者可以同时在不同场次中讨论与留言,每一场次皆由知名言论领袖、决策人士、非政府组织成员主持,例如塞内加尔知名歌手Youssou N'Dour,他长期参与对抗疟疾运动;孟加拉Grameenphone创办人Iqbal Z.
7অন্তত ১২৮টি দেশের অংশগ্রহণকারীরা দশটি বিশাল বিষয়ে আলোচনা করবেন, যার তালিকা এখানে দেয়া হয়েছে:Quadir;全球之声共同创办人Ethan Zuckmerman。
8নতুন প্রযুক্তি来自至少128国的参加者将讨论十大议题,包括:
9একই সময়ে হাজার হাজার মানুষকে অনলাইনে একত্র করা কষ্টকর কাজ হতে পারে।创新科技
10সৌভাগ্যক্রমে, আইবিএম জ্যাম নামে যে ফোরাম প্রযুক্তি ব্যবহার করা হবে তাকে এরই মধ্যে অন্য অনুষ্ঠানেও সফলভাবে ব্যবহার করা হয়েছে।要在网站上聚集数千上万人可能造成大混乱,不过此次使用的论坛IBM Jam,在之前活动里已经过测试。
11২০০৫ সালে বিল টিপ্টন তিন দিনব্যাপী একটা অনলাইন অনুষ্ঠান হ্যাবিটাট জ্যামে অংশগ্রহন করেছিলেন- যেখানে শহরের স্থায়ীত্ব নিয়ে ধারনা চাওয়া হয়েছিল। গ্লোবাল ডায়লগ সেন্টারের এক ব্লগে তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন:Bill Tipton曾于2005年参加为期三天的网络活动Habitat Jam,讨论各项都会永续的构想,他在「全球对话中心」博客里记录参与经验:
12২০০৫ সালের এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি জানি যে এটি কাজ করবে। সেখানে হাজার হাজার মানুষ- বিশেষ করে সরকারী আর ব্যবসায়ী নেতা, এনজিও কর্মকর্তা আর বিশেষজ্ঞ- একত্র হয়েছিলেন এমন সব বাস্তব সমস্যা আর সমাধানের ভাবনা নিয়ে আলোচনা করতে যা বিশ্বের শহুরে সমাজ মুখোমুখি হচ্ছে।因为参与2005年的活动,我知道这种方式行得通,[…]来自政府、企业、非政府组织及学界的数万人能因此共聚,讨论有关世界都会地区的实质问题及议题。[ …]
13সেই খুবই চমৎকার জ্যামে পরিচিত হওয়া মানুষের সাথে আমি এখনো সম্পর্ক রাখি আর কাজ করি আর আশা করছি আরো দারুণ মানুষের সাথে দেখা হবে গ্লোবাল পালস ২০১০ এ।我至今仍和当时认识的人士合作与联系,也期望能在「2010全球脉动」活动结识其他杰出人士。
14অংশগ্রহণ参与方式
15গ্লোবাল পালস অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য, আপনার কেবল একটা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ দরকার- আর আপনাকে ২৯শে মার্চ এর আগে রেজিস্টার করতে হবে (বিনামূল্যে)। আপনি টুইটারে @globalpulse2010 অনুসরণ করতে পারেন বা হ্যাশট্যাগ #গিপি২০১০ দিয়ে সংবাদ ট্যাগ করতে পারেন।若要参加这项活动,各位只需一台电脑及网络连线,便能够事先免费注册帐号,在3月29日前,各位可追踪Twitter帐号@globalpulse2010及#gp2010标签;Facebook页面目前共有近700名支持者,有些人已提供建议。
16একটি ফেসবুক পাতাও আছে প্রায় ৭০০ ভক্তসহ, যেখানে এ সংক্রান্ত পরামর্শ এরই মধ্যে পোস্ট করা হয়েছে।例如Oliver Mupila的构想是:
17অলিভার মুপিলার একটি ধারণা এমন: জিজ্ঞাসা: গ্লোবাল পালস কি পারবে কার্যকর নির্দেশক দিতে সূচনা থেকে তদন্তকারী এজেন্সি পর্যন্ত বিশাল দুর্নীতির অগ্রগতি অনুসরণ করার ব্যাপারে, বিশেষ করে ডাইরেক্টর অফ প্রসেকিউসন্স পর্যন্ত।问:「2010全球脉动」能否提出有效指标,让人们能从调查机构的资料,追踪重大贪污案件的相关进度,瞭解法院审理情况,以及得知个人在宣判前,是否获得公正公开的审理程序?
18এটি পারবে কি পরে ব্যক্তি অধিকার খর্ব না করে ন্যায় বিচারে বা নাম বদনাম না করে আদালতের দিকেও লক্ষ্য রাখতে আর বিচারে অভিযুক্ত হওয়ার আগে আদালতে থাকাকালীন সেই দুর্নীতির অভিযোগের অগ্রগতি সম্পর্কে?
19এই ক্ষেত্রে কোনটিকে ভালো চর্চা বলা হয় আর কোন দেশ কি আছে যারা এটা ভালোভাবে করে?这个领域之中有何优良模式,哪些国家表现特别出色?
20আর আফ্রিকার সংবাদদাতারা সরকারের সুনজরে কেন নেই?为何非洲新闻记者与政府关系紧绷?
21ইউএসেইডের প্রশাসনিক কর্মকর্তা ড: রাজিভ শাহ এর মতে অনলাইন এই সামিট এমন ব্যক্তিদের একত্র করবে যারা সাধারণত মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে এক টেবিলে বসেন।「美国国际开发总署」署长Rajiv Shah博士表示,这项网络活动将「聚集平常无机会与决策者共席的民众」,这是否能成为迈向民主未来的方向?
22এটা কি গণতন্ত্রের দিকে একটা পদক্ষেপ হতে পারে?此事值得继续观察。
23দেখাটা অন্তত উপাদেয় হবে।校对:Soup