Sentence alignment for gv-ben-20091125-7704.xml (html) - gv-zhs-20091120-4198.xml (html)

#benzhs
1বিভিন্ন ধর্মালম্বীদের একত্র করার প্রচেষ্টা: সহনশীলতার চার্টার团结宗教力量的「慈悲宪章」
2বিভেদ আর ধর্মীয় মতভেদের এই বিশ্বে, একত্রীকরণের প্রচেষ্টা নিয়ে গত ১২ই নভেম্বর একটি বিশেষ আর বহুল প্রতীক্ষিত তত্ত্ব মুক্তি পেয়েছে।在世界支离破碎、宗教隔阂日深之际,经过宗教领袖及思想家多月来在网络及实体共同努力,一份万众期待的文件终于在11月12日推出。
3বিভিন্ন ধর্মীয় নেতা আর মহৎ চিন্তাবিদদের অনেক মাসের সম্মিলিত অনলাইন আর অফলাইন কাজের ফসল হিসেবে এটি রচিত হয়েছে। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে টেড পুরস্কার জিতেছিলেন ভূতপূর্ব রোমান ক্যাথোলিক নান ক্যারেন আর্মস্ট্রং, যিনি নিজেকে ‘ফ্রিল্যান্স মনোথিস্ট' হিসেবে ডাকেন।2008年2月,常自称为「自由一神教信徒」的前天主教修女Karen Armstrong获得TED大奖,这个奖项每年颁发给三位杰出人士,除可获得十万美元奖金外,更重要的是可许下「一个改变世界的愿望」。
4এই পুরস্কার বছরে তিনজন উৎকৃষ্ট ব্যক্তিকে দেয়া হয় যারা প্রত্যেকে পান ১ লাখ ডলার এবং আরো গুরুত্বপূর্ণ একটি জিনিষ লাভ করেন - ‘বিশ্বকে পাল্টাবার একটা ইচ্ছার পূরণ।“
5টেড এর মানে প্রযুক্তি, বিনোদন আর ডিজাইন এবং এই তিন জগৎ থেকে মানুষকে একত্র করতে এটি কনফারেন্স হিসেবে (১৯৮৪ সালে) শুরু হয়।TED意即「科技、娱乐、设计」,自1984年起,每年以会议形式汇集这三个领域的人士,后来涵盖范围也愈来愈广泛。
6এর পর থেকে এর ক্ষেত্র আরো বিস্তৃত হয়েছে। বর্তমান বিশ্বে ক্যারেন আর্মস্ট্রংকে ধর্ম নিয়ে একজন মৌলিক আর ভাবনা উদ্রেককারী চিন্তাবিদ হিসেবে দেখা হয়।外界常认为Karen Armstrong是对当代宗教角色最具洞见的思想家,她表示自己希望建立一部「慈悲宪章」,记录世界所有宗教的「黄金法则」,亦即核心共同价值与道德规范。
7তিনি আশা করেছিলেন সহনশীলতার চার্টার তৈরি করার।她对外界的说法是:
8এটি একটি তত্ত্ব যেখানে বিশ্বের সকল ধর্মের মূল বিষয় আর নৈতিক বিষয়গুলো ‘সোনালি আইন' হিসেবে থাকবে। তিনি টেড সমাজের কাছে এইভাবে এর ব্যাখ্যা দিয়েছেন:我希望各位能协助创造、推出并宣传这份「慈悲宪章」,将有一群犹太教、基督教与伊斯兰教的重要思想家共同起草,并以普世正义及尊重为基础。
9“আমি আশা করি এই চার্টারের সৃষ্টি, পদযাত্রা আর প্রচারণাতে আপনারা সাহায্য করবেন।协同合作过程
10আব্রাহামের তিন ধর্মীয় ধারা - ইহুদীবাদ, খৃষ্ট ধর্ম আর ইসলাম এর সম্মিলনে প্রথম সারির একদল উদ্বুদ্ধ কারী চিন্তাবিদ তৈরি করবেন এই তত্ত্ব যা বিশ্বের ন্যায় বিচার আর সম্মানের মূল মন্ত্রের উপরে প্রতিষ্ঠিত।“ সম্মিলিত প্রক্রিয়া:「慈悲宪章」草拟时的一大重点,便是以开放的书写模式欢迎全球参与,人们从中不断讨论与沟通,一直到最后定稿并在http://www.charterforcompassion.org/发表,世界各地人们均有贡献,超越宗教、意识型态与国族差异,由许多不同传统背景的思想家一同努力,发挥热情、智慧、希望及洞见才能完成。
11সহনশীলতার চার্টার লেখার গুরুত্বপূর্ণ সূচনা ছিল উন্মুক্ত লেখা প্রক্রিয়ায় বিশ্বব্যাপী লোকেদের অংশগ্রহণ। যে সব মন্তব্য জমা পড়েছিল তা নিয়ে আলোচনা শুরু হয় যা এখনও চলছে।「慈悲宪章」的顾问团囊括知名思想家及宗教领袖,包括埃及伊斯兰教领袖Sheikh Ali Gomaa、犹太教改革行动中心的Rabbi David Saperstein、印度教Arsh Vijnaya Mandiram精神领袖Sadhvi Chaitanya、南非图图(Desmond Tutu)前大主教。
12চার্টার এখন চূড়ান্ত ভাবে উন্মোচিত করা হয়েছে এই সাইট (http://www.charterforcompassion.org) এ।慈悲宪章宣传片,来自Vimeo的TED Prize
13সারা বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ এই চার্টারে অবদান রেখেছেন; এটা ধর্ম, মতবাদ আর জাতীয় পার্থক্য ছাড়িয়ে গেছে। এতে প্রথম সারির চিন্তাবিদরা লিখেছেন বিভিন্ন ঐতিহ্য থেকে আবেগ, অর্ন্তদৃষ্টি, জ্ঞান গত আস্থা আর আশা নিয়ে।这项计划的夥伴则有TED、Tanenbaum中心、世界宗教领袖委员会、Al-Ghazzali中心、「宗教、文化暨和平研究院」等。
14সহনশীলতার চার্টারের দ্যা কাউন্সিল অফ সেজেস এর মধ্যে সন্নিবেশিত হয়েছে বিশিষ্ট চিন্তাবিদ আর বিভিন্ন বিশ্বাসের প্রতিনিধিরা - যেমন শেখ আলি গোমাহ (মিশরের বড় মুফতি), রাব্বি ডেভিড স্যাপারস্টাইন (ইহুদিবাদের ধর্মীয় কার্যক্রম রিফর্ম সেন্টার), সাদ্ভি চৈতন্য (ধর্মীয় গুরু আর্শ ভিজনায়া মান্দিরাম আশ্রমের) আর আর্চবিশপ ডেসমন্ড টুটু (কেপ টাউন, দক্ষিণ আফ্রিকার অবসরপ্রাপ্ত আর্চ বিশপ)।
15সহনশীলতার চার্টারের ট্রেইলার, TED Prize on ভিমিওর সৌজন্যে। বিশ্বব্যাপী চার্টারের সহযোগীর মধ্যে আছে অন্যান্যদের মধ্যে টেড, ট্যানেনবাউম সেন্টার, ধর্মীয় নেতাদের বিশ্ব কাউন্সিল, আল-গাজ্জালি সেন্টার, ধর্ম, সংস্কৃতি আর শান্তি ইন্সটিটিউট।世界各地已计划超过170件活动,协助推广「慈悲宪章」(各位也可自行举办活动),这份文件推出后,已吸引全球博客圈众多热情、支持与讨论。
16বিশ্বব্যাপী ১৭০টির বেশী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সহনশীলতার চার্টার উন্মোচন করার জন্য (আপনি নিজেরটাও করতে পারেন)।对「慈悲宪章」的不同观点
17চার্টারের উদ্বোধন এরই মধ্যে অনেক উৎসাহী সমর্থন গড়ে তুলেছে আর বিশ্ব ব্লগ জগৎে আলোচনাও হচ্ছে। সহনশীলতার চার্টারের দৃষ্টিকোন:马来西亚记者Niki Cheong在博客写道:「11月12日在慈悲宪章推出当天,马来西亚民众能前往摄影棚,录制自己对慈悲的感受,制作一段传播各地的影片。」
18মালয়েশিয়ার সাংবাদিক নিকি চিয়ং তার ব্লগে লিখেছেন, ”মালয়েশিয়াবাসীদের আমন্ত্রণ করা হয়েছিল সহনশীলতার মানে তাদের কাছে কি সেটা একটা স্টুডিওতে রেকর্ড করার জন্যে। এই বক্তব্যগুলো দিয়ে একটা ভিডিও নির্মিত হয়েছে ১২ই নভেম্বর সহনশীলতার চার্টার উন্মোচনের দিন প্রচারণার জন্য।“Aizat Faiz记录自己参与马来西亚版「慈悲宪章」的经验;Rantings by MMs表示,在马来西亚,「将由YAB Tun Abdullah Ahmad Badawi正式推出这份宪章,下午将先后举办青年论坛与跨宗教论坛」。
19আইজাত ফায়েজ মালয়েশিয়ায় সহনশীলতার চার্টারের চিত্রায়নে অংশগ্রহণে তার অভিজ্ঞতার কথা ব্লগ করেছেন।美国犹太教与跨宗教的Tikkun Daily呼吁,「每个人都该利用这个机会,提醒身边的人慈悲有何力量,并思考运用慈悲改变与治愈世界的方式」。
20র‌্যান্টিংস বাই এমএম জানিয়েছেন যে মালয়েশিয়াতে চার্টারের উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে ইয়াব তুন আব্দুল্লাহ আহমাদ বাদাউই। বিকালে তরুণদের একটা প্যানেলের পরে হবে বিভিন্ন ধর্মের প্যানেল।“佛教相关博客Sujato's blog写道:「我们都需要尽己之力,运用宗教、发挥创意来回应环境,让这股力量的利多于弊,培养爱与包容,而非疏离及冷漠。」
21ইহুদি আর মিশ্রধর্মের যুক্তরাষ্ট্রের দৈনিক তিক্কুন আহ্বান করেছে, ”সবার এই সুযোগ নেয়া উচিত আপনার চার পাশের সবাইকে মনে করিয়ে দেয়ার সহনশীলতার ক্ষমতা সম্পর্কে আর সেই সব উপায় নিয়ে চিন্তা করা যেখানে সহনশীলতা ব্যবহার করে বিশ্বকে পরিবর্তিত আর রোগমুক্ত করা যায়।“
22বৌদ্ধ ধর্ম নিয়ে সুজাতোর ব্লগ লিখেছে: “আমাদের সকলের উচিত আমাদের অংশটুকু করা ধর্মকে ব্যবহার করে সৃষ্টিশীলভাবে আর গঠন মূলক ভাবে পরিবেশের সাথে সাড়া দেয়া, এটাকে সাহায্যের শক্তিতে পরিণত করা কষ্ট দেয়ার চেয়ে ভালোবাসা আর আপন করা জাগিয়ে তোলা অজ্ঞানতা আর বাদ দেয়ার মনোভাবের চেয়ে।“
23ওগিল্ভি পাবলিক রিলেশন ফার্মের ব্লগ ৩৬০ ডিজিটাল ইনফ্লুয়েন্স এই প্রশ্নটি করেছেন, ”সহনশীলতা কি ‘ছোঁয়াচে”?Ogilvy公关公司博客360 Digital Influence则思考:「慈悲能否有『病毒般传染力』?」
24যুক্তরাষ্ট্রে ব্রায়ান কার্নেল ‌এর বিপক্ষে তর্ক করেছেন বিশেষ করে ‘সোনালি আইন' সম্পর্কে যেটা চার্টারের কেন্দ্রে আছে对于慈悲宪章核心的黄金法则,美国的Brian Carnell则有些反论,认为只是些「感受良好的空泛废话」,没有办法解决「真正的道德两难」。
25। এটাকে ‘মূল্যহীন ভালো অনুভব করার আশা' নামে ডাকা উচিৎ কারণ এটি ‘আসল নৈতিক কষ্ট' সমাধান করে না।校对:Soup