# | ben | zhs |
---|
1 | তুরস্কঃ কুর্দী গায়িকার প্রতি বিক্ষোভ-এর বিরুদ্ধে দ্রুত সামাজিক প্রচার মাধ্যমে প্রতিক্রিয়া | 土耳其:抗议库德族歌手的社会媒体事件 |
2 | ইস্তাম্বুল জাজ ফেষ্টিভ্যাল-এ সঙ্গীত পরিবেশনের সময় কুর্দী-তুর্কী গায়িকা আইনুর দোগান কে দর্শকদের এক অংশ প্রত্যাখ্যান করে, কারণ সে কুর্দী ভাষায় গান গেয়েছিল। | Aynur Dogan是一位土耳其库德族歌手,她在伊斯坦堡爵士节的露天音乐会唱了一首库德语歌而被部分观众奚落。 |
3 | দর্শকদের একটি অংশ এর প্রতিবাদে তুরস্কের জাতীয় সঙ্গীত গেয়েছিল। | 有些观众唱起了土耳其的国歌作为抗议,而其他的观众则支持这位歌手。 |
4 | এদিকে দর্শকদের আরেকটি অংশ গায়িকাকে সমর্থন করে। ঘটনাক্রমে যখন দর্শকদের প্রতিক্রিয়া ক্রমশ বাড়তে থাকে, তখন এই গায়িকা মঞ্চ ত্যাগ করে। | 最后,由于观众越来越大声,她离开了舞台。 |
5 | গতকাল তুরস্কের সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের এক সংঘর্ষের ঘটনা ঘটে, কয়েকজন মতে এই সংঘর্ষ এই ঘটনার আংশিক কারণ হতে পারে। | 据一些人所说,这起事件有一部分与昨天的土耳其军队和库德族武装人员的冲突有关,双方都有许多人伤亡。 |
6 | উভয় পক্ষ দাবী করেছে যে এই সংঘর্ষে উভয় পক্ষের ডজন খানেক মানুষ নিহত হয়েছে। | 马其顿的极简派乐团Baklava和受欢迎的土耳其歌手Aynur,为第九Offest世界音乐祭开场。 |
7 | ম্যাসিডোনিয়ান সঙ্গীতের ধারা অনুসারে তৈরি হওয়া ব্যান্ড দল বাকালাভা এবং তুরস্কের বিখ্যাত গায়িকা আইনুর, ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে অনুষ্ঠিত বিশ্ব সঙ্গীত উৎসব-এর নবম পর্বে গান গাইছে। | 照片由Mite Kuzevski所摄,版权为Demotix所有(01/06/10) |
8 | ছবি মিটে কুজেভেস্কির। কপি রাইট ডেমোটিক্সের (০১/০৬/২০১০)। | 观众Beyhan Demirci拍摄并上传歌手离开舞台的画面,也简短的做了摘要: |
9 | দর্শকদের সারিতে উপবিষ্ট বেইহান দেমারিচি এই গায়িকার মঞ্চ থেকে চলে যাবার দৃশ্য ধারণ করে ইন্টারনেটে দিয়েছে এবং ওই ঘটনার সারাংশ তৈরি করেছে [তুর্কী ভাষায়]: দর্শকরা বলছিল,“তুর্কি ভাষায় গান গাও”, তার বলছিল, “শহীদেরা কখনো মারা যায় না”, তার বলছিল “ দুয়ো দুয়ো”। | 他们说:“用土耳其语唱歌”,他们说:“殉难者永远活在我们心中”,他们不断的发出嘘声。 |
10 | [অবশেষে] তারা আইনুর দোগানকে মঞ্চ ত্যাগ করতে বাধ্য করে… সে দিন মেলটেম গুরলের ও দর্শক সারিতে উপস্থিত ছিল। | 最后,Aynur Dogan不得不下台… |
11 | সেও এই ঘটনা সম্বন্ধে সংবাদ প্রদান করেছে [তুর্কী ভাষায়]: | 观众Meltem Gürler也描述了这个事件: |
12 | এই উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে [ওপেন এয়ার কনসার্ট] আমার অত্যন্ত বিব্রত হয়েছি, [অনেকে] আইনুর যখন মঞ্চে, [গানের সময়] তখন প্রতিবাদ করেছিল, কারণ সে কুর্দী ভাষায় গান গাইছিল। তখনকার পরিস্থিতি ছিল খুবই জঘন্য। | 我们在露天演唱会觉得很尴尬,Aynur用库德语唱歌时,有些人抗议,这种情况真令人感到绝望。 |
13 | আসলি তুঞ্চ একই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সে সংবাদ প্রদান করছে যে বেশ কিছু প্রতিবাদী দর্শক গায়িকার সমর্থনকারীদের সাথে ঝগড়া করার পর সেখান থেকে চলে যায় [তুর্কী ভাষায়]: | Aslı Tunç也参加了这场演唱会,回报了当时观众席中有些抗议者和支持歌手的人争吵后也离开会场。 |
14 | গোলমাল চলতে থাকায় অনেকে এই ওপেন এয়ার [কনসার্ট] ছেড়ে চলে যেতে বাধ্য হয়! | 有一些人离开了露天演唱会,争论却持续着! |
15 | ভদ্রমহিলা একই সাথে উল্লেখ করছেন, কি ভাবে কিছু দর্শক পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে একসাথে জাতীয় সঙ্গীত গেয়েছেন [তুর্কী ভাষায়]: | 她也提到了之后有些观众唱国歌以示抗议: |
16 | এই ওপেন এয়ার কনসার্টে গোলমাল চলতেই থাকে! | 这样丢脸的事情仍然持续在露天演唱会发生! |
17 | কিছু দর্শক কনসার্ট ভণ্ডুল করার জন্য ইস্তিকলাল গানটি [ তুরস্কের জাতীয় সঙ্গীত] গাইতে শুরু করে! | 有些观众唱土耳其的国歌扰乱演唱会! |
18 | প্রচলিত ধারার সংবাদ মাধ্যম এই ঘটনার বিষয়ে কিছু লেখার আগে সামাজিক প্রচার মাধ্যমে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। | 在传统媒体得到消息前,事件已在社会媒体网络中快速传开,关于偏狭与种族主义的冗长讨论正在土耳其展开。 |
19 | তুরস্কে অসহিষ্ণুতা এবং বর্ণবাদ নিয়ে এক লম্বা বিতর্ক শুরু হয়েছে। তবে এই ঘটনা সত্ত্বেও অনেকে অনেক বেশি আশাবাদী, @জিএলক্যানভাসার লিখেছে [তুর্কী ভাষায়]: | 尽管发生这样的事,有些人变得更乐观,@glcnavsar写道: |
20 | যারা আইনুর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা দেশের উন্নয়নের থেকে অনেক বাইরে, এখানে যুক্তি হিসেবে বলা যেতে পারে, তারা হতাশা নয়, তার বদলে তারা দেশের জন্য লজ্জা বয়ে এনেছে। | 对Aynur Doğan表示抗议的人,超越这个国家的发展,已到了不会造成绝望的地步;只是一个令人感到羞愧的原因。 |
21 | তুরস্কের আরকে বিখ্যাত গায়িকা, ইয়েসমিন গোকসু, বলেছেন যে, এই ঘটনার কথা শোনার পর তিনি আইনুর দোগানের সাথে কিছুক্ষণ কথা বলেছেন [তুর্কী ভাষায়]: আমি কেবলমাত্র আইনুর দোগান এর সাথে কথা বললাম। | 另外一位知名的歌手Yasemin Göksu说她在听到这件事后,便打电话给Aynur Doğan: |
22 | সে আমাকে পুরো ঘটনা ব্যাখ্যা করে বলল। দৃশ্যত একদল লোক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু দর্শকরা আইনুরকে সমর্থন করে গেছে। | 我才刚和Aynur Doğan通完电话,她向我解释了事件,显然有些人受到了刺激,但观众支持她。 |
23 | এই ঘটনার পর নিঃসন্দেহে তার মন ভেঙ্গে গিয়েছিল, কিন্তু এখন সে ভালো আছে। | 不可否认她的心情受到影响,但她没事。 |
24 | যারা একেবারে শেষ পর্যন্ত এই কনসার্টে থেকে গিয়েছিল তারা বলছে, দর্শকরা আইনুর দোগানের সম্মানে দাঁড়িয়ে হাততালি দেয়। যখন দোগান তার বাদকদলের সাথে আবার মঞ্চে ফিরে আসে তখন তারা দোগানের প্রতি একাত্মতা প্রদর্শন করে এবং বর্ণবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। | 根据留到演唱会结束的人表示,当Aynur Doğan再次与其他音乐家上台时,观众起立鼓掌,并大喊要和Aynur Doğan团结对抗种族歧视。 |
25 | @দেগান্দারি, যে কিনা এই কনসার্টে উপস্থিত ছিল, সে এর সমাপ্তির বর্ণনা দিচ্ছে [তুর্কী ভাষায়]: | 有去演唱会的@degendary描述了结尾: |
26 | কনসার্টের শেষে আইনুর আবার মঞ্চে এসে হাজির হয়, সে সময় সকলে তার সম্মানে দাঁড়িয়ে যায়, তাকে হাততালি দিয়ে সম্মান জানায়। সকলে স্লোগান দিতে থাকে “[সকল] জনতার অনুসারী দীর্ঘজীবী হৌক।” | 演唱会要结束了,Aynur到了台上,每个人都站着为她鼓掌,喊叫着“我们的热情永远存在!” |
27 | গুরগান তানের, আইকেএসভির প্রতিষ্ঠাতা। এই সংগঠনটি ইস্তাম্বুল জাজ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। | 筹划伊斯坦堡爵士乐节的IKSV基金会会长Görgün Taner 宣布: |
28 | গুরগান ঘোষণা প্রদান করেন [তুর্কী ভাষায়]: আমরা সেই সব কনসার্টের আয়োজন করে যাব, যেখানে নানাবিধ-সংস্কৃতির কণ্ঠস্বর রয়েছে। | 我们会持续筹划演唱会,呈献多元文化的声音。 |
29 | এই ঘটনার পর, আইনুর দোগানের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তার প্রতি এই বিরূপ আচরণের নিন্দা জানিয়ে ফেসবুকের একটি পাতা খোলা হয়েছে। | 在这场演唱会之后,一个宣告与Aynur Doğan团结谴责此次攻击的Facebook网页成立了。 |