# | ben | zhs |
---|
1 | সোমালিয়া: সরকার কি যুদ্ধের জন্য তরুণ কেনিয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে? | 索马里:政府招募肯亚人参战? |
2 | ২০০৯ সালে এটাই ছিল সোমালিয়ার ব্লগারদের প্রথম বৈঠক। হ্যাঁ, প্রায় এক বছর আমি ব্লগ থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি, চিরদিনের জন্য। | 这是全球之声2009年第一篇来自索马里的博客综合报导,笔者先前中断博客超过一年,不过现在已重返全球之声团队,未来还有更多相关报导。 |
3 | ফিরে আসার পর, এটাই আমার প্রথম পোষ্ট এবং সামনের দিনগুলোতে আমি সোমালী ব্লগ নিয়ে আরো লেখা পোস্ট করার ইচ্ছে রাখি। | Royale Somalia介绍去年才毕业的一位年轻女医师: |
4 | ব্লগার রয়াল সোমালিয়া দেশটির রাজাধানী মোগাদিসুতে বাস করা এক তরুণীর কথা জানাচ্ছেন যে গতবছর ডাক্তারী পাশ করেছে। তিনি লিখেছেন: | 2008年12月,20位索马里学生克服重重困阻,终于从国内医学院毕业,这是国内近20年第一批医学院毕业生。 |
5 | ২০০৮ সালের ডিসেম্বর মাসে আফ্রিকার শিং হিসেবে পরিচিত সোমালিয়া নামক দেশটিতে ছাত্ররা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মোগাদিসু চিকিৎসা মহাবিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে- প্রায় দুই দশকের ব্যর্থতার পর তারাই প্রথম ছাত্র, যারা এই কৃতিত্ব অর্জন করল। | |
6 | ডাক্তার হাফসা আবদুররহমান মোহাম্মদের বয়স ২৬ বছর। এই ভদ্রমহিলা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যিনি রাজধানীর বেনাডির বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন। | Hafsa Abdurrahman Mohamed医师现年26岁,从Benadir大学获得这份结业证书,她在完成学业时,决定为「无疆界医师组织」服务,运用自身技能在索马里提供免费医疗。 |
7 | পড়া শেষ করার পর তিনি মেদসা সঁ ফ্রন্টিয়ারস (সীমান্তবিহীন ডাক্তারের দল) নামক প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বিনে পয়সায় সোমালি নাগরিকদের চিকিৎসা করতে চান। | The East African Philosopher评论索国总统阿梅德(Sharif Ahmed)访问美国一事,以及美国对阿梅德的立场变化: |
8 | সোমালি রাষ্ট্রপতি শরিফ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। তার সাথে চুক্তি করার সময় যুক্তরাষ্ট্র সরকারের নীতি পরিবর্তনের উপর ইস্ট আফ্রিকা ফিলোসফার মন্তব্য করেছে: | 2006年12月,索马里现任名义总统阿梅德正在逃亡,躲避衣索比亚军队、美国中央情报局及美国突击队的追缉。 |
9 | ২০০৬ সালের ডিসেম্বরে শেখ শরিফ শেখ আহমেদ ইথিওপিয়ার সামরিক বাহিনী, সিআইএ এবং যুক্তরাষ্টের কিছু সৈনিকদের সহায়তা দেশটির ক্ষমতায় বসে, বর্তমানে যিনি সোমালিয়ার ক্রান্তি কালীন কেন্দ্রীয় সরকারের নামমাত্র রাষ্ট্রপতি। | |
10 | ইস্ট আফ্রিকান ফিলোসফার বলেই চলেছে: | East African Philisophers接着提到: |
11 | এই সপ্তাহে শেখ শরিফ মিনিয়াপোলিসে গিয়েছিলেন (এবং সেই ক্ষ্যাপাটে সংসদ সদস্যের বাসায়) সেখানকার সংসদ সদস্য, প্রশাসক বা গভর্নর এবং শহরের কাউন্সিলর/ মেয়রের সাথে দেখা করতে। কয়েক সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে নাইরোবীতে সাক্ষাৎ করেন। | 本周阿梅德前往美国明尼苏达州,会见国会议员、州长、市长与市议员,几个月前他和美国国务卿希拉蕊柯林顿(Hillary Clinton)在肯亚会晤,仅仅二年,阿梅德已从恐怖份子成为总统,这肯定是历来首见,这正好证明美国外交政策多么糟糕。 |
12 | সে সময় হিলারী আফ্রিকা সফর করছিলেন। দুই বছরের মাথায় শেখ শরিফ একজন সন্ত্রাসবাদী থেকে রাষ্ট্রপতিতে পরিণত হন। | The Kenya Somali Blog指称,索马里政府正在肯亚招募青年: |
13 | এই ভাবে বলা যায়, বন্ধুত্ব সবার আগে। আমার কাছে এটি যুক্তরাষ্ট্রের এক বিচিত্র পররাষ্ট্রনীতি ছাড়া আর কিছুই না। | 肯亚东部地区领袖表示,联合国支持的索马里政府已招募超过170位肯亚青年与退役军人,要对抗索国境内游击队。 |
14 | কেনিয়া সোমালি ব্লগ বলছে, সোমালি সরকার কেনিয়ায় বাস করা সোমালি তরুণদের যুদ্ধের জন্য দিচ্ছে: | |
15 | জাতিসংঘ সমর্থিত সোমালি সরকার বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য কেনিয়ায় বাস করা প্রায় ১৭০ জন সোমালি তরুণ ও প্রাক্তন সরকারি কর্মচারীকে নিয়োগ দিয়েছে। | |
16 | আফ্রিকার শিং নামে পরিচিত সোমালিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, পূর্ব কেনিয়ার একজন আঞ্চলিক নেতা এই বিষয়টি জানিয়েছে। মোহাম্মেদ গাবো গারিসার মেয়র। | Garissa市市长Mohamed Gabow向国际通讯社路透社表示,招募索马里裔肯亚人的活动就在市郊的Bulla Iftin村进行。 |
17 | তিনি রয়টার্সকে বলেন যে বুলা ইফটিন নামের গ্রামের এক ঘরে জাতিগত সোমালি কেনিয় তরুণদের নিয়োগ দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে, তিনি যে শহরের মেয়র তার এক প্রান্তে এই এলাকার অবস্থান। | |
18 | বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে গাবো বলেন, খুব গোপনে এই নিয়োগ প্রদান করা হয় নি। এই অংশগ্রহণ ভীতিকর কিছু নয়। | 市长于星期四受访时指出:「招募活动并非秘密,参与者并不担心,他们前往各处宣传招募活动。」 |
19 | তারা গ্রামের সকল স্থানে গিয়ে এই অনুশীলনের কথা ঘোষণা করেছে। | 校对:Soup |