# | ben | zhs |
---|
1 | কোরিয়াঃ রক্তের গ্রুপ আর ব্যক্তিত্ব | 韩国:从血型看个性 |
2 | ইয়োন্সেই ইউনিভাসিটির গ্র্যাজুয়েট স্কুলের গবেষকরা জানিয়েছেন যে তারা একটা গবেষনা শেষ করেছেন যা মানুষের ব্যক্তিত্ব রক্তের গ্রুপ অনুযায়ী আলাদা হয় সেটি প্রমান করে। | |
3 | তারা দেশ-বিদেশের গবেষকদের রক্তের গ্রুপের প্যাটার্ন নিয়ে কাজ করা ৫০টি গবেষনা প্রোগ্রাম থেকে উপাত্ত নিয়েছে। | 韩国延世大学(Yonsei University)研究所宣布完成一项血型影响性格的研究计划,该研究以50项国内外血型研究计划为基础,过程中若数据与大众偏见或流行文化吻合或相左,则视情况增减数据。 |
4 | যদি কিছু রিপোর্টে একই জিনিষ দেখা যায় তাহলে সাধারন জ্ঞান প্রয়োগ করে জনপ্রিয় সংস্কৃতি থেকে সাফল্যান্ক (স্কোর) যোগ করেছেন তারা আর তা বিয়োগ করেছেন যদি উল্টো ব্যাপার দেখা যায়। | |
5 | স্কিলইউ সারসংক্ষেপ করে বলেছেন: | Skillyou概述此研究计划。 |
6 | রিপোর্টে একটি বিষ্ময়কর ফলাফল আছে। এটি ‘বি' রক্তের গ্রুপ নিয়ে। | ……研究结果惊人,B型似乎受到诅咒,B型个性不好众所皆知,而研究报告也证实了这点。 |
7 | এটি অনেকেরই জানা আছে যে যাদের বি গ্রুপ সেই সব লোকের ব্যক্তিত্ব কি বাজে, আর এই রিপোর্ট তাই দেখিয়েছে। | |
8 | ব্লাড টাইপ-ইন্ট্রোভার্সন-লজিক-স্ট্যাবিলিটি-লিডারশিপ-কন্সিডারেশন ‘এ' -১৪-১০-১০-৪-২ | 血型评量项目:内向程度,逻辑思考能力,性情稳定程度,领袖气质,关心体贴。 |
9 | ‘বি' -৬ -৭ -৭ -১ -৩ ‘ও' -১৫-১-৬-৩-০ | 分析结果: |
10 | ‘এবি' -৫-৪-৩-৭-০ ‘এ' রক্ত গ্রুপের লোকেরা অন্তর্মূখী কিন্তু ষ্থিতিশীল, চিন্তাশীল আর বিচারবুদ্ধিসম্পন্ন । | A型:14, 10, 10, -4, 2 |
11 | এটি ভালো। ও রক্ত গ্রুপের লোকেরা বহি:মুখী আর ধীরস্থির এবং ভালো নেতা হয়। | B型:-6 , -7, -7, -1, -3 |
12 | এবি রক্ত গ্রুপের লোকেরা ভালো আর সহজসরল। কিন্তু বি রক্ত গ্রুপের লোকদের দিকে দেখা যাক। | O型:-15, 1, 6, 3, 0 |
13 | অভ্যন্তরীনতা -৬, যুক্তি -৭, ষ্থিতিশীলতা -৭, নেতৃত্ব -১, বিবেচনা -৩। | |
14 | তারা অযৌক্তিক, অস্থিতিশীল, নেতৃত্ব আর চিন্তা নেই … | |
15 | পিকে৪৬ এর মতো বেশ কিছু নেটিজেন এই ধারনার ক্ষেত্রে পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনা করেছে। | |
16 | রক্তের গ্রুপ অনুযায়ী ব্যক্তিত্ব ভাগ করা কোরিয়া আর জাপানের অনেক কুসংস্কারের মতোই একটি কিছু। | |
17 | মজা করার জন্য এটি ঠিক আছে কিন্তু সমস্যা তখন হয় যখন মানুষ এটি ব্যবহার করে অন্যকে বিচার করে আর ছোট করে। | |
18 | পশ্চিমের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না আর তাদের কোথাও এটি লিখতে হয়না। | |
19 | আর তারা মনে করে যে একজনকে তার রক্তের গ্রুপ দিয়ে ব্যক্তিত্ব বিচার করা বেশ মজার। | |
20 | ব্যক্তিত্ব যে রক্তের গ্রুপ দিয়ে নির্ধারিত হয় তা প্রমান করার মত কিছু নেই। | |
21 | বিদেশী পন্ডিতদের এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা হয়তো বলবে যে , “এমন কোন জিনিষ আছে কি?” | |
22 | ডিসিইনসাইড মনে করেন যে এই উপপাদ্যকে ভবিষ্যত জ্ঞানের জন্য ব্যবহার করা যায় যদিও সে নিজে এটি বিশ্বাস করে না। | |
23 | আমার সাথে দেখা হওয়া ৮০% মহিলা বিশ্বাস করে যে রক্তের গ্রুপ ব্যক্তিত্ব ঠিক করে। | |
24 | আমার মনে হয় এটির কোন ভিত্তি নেই আর আমি কোন মহিলাদের পত্রিকা এটি নিয়ে লিখতে দেখিনি। আমার ৫% এর মতো ভুল হতে পারে। | AB型:5, 4, 3 ,-7 ,0 |
25 | ঐতিহ্যবাহী কোরিয়ান ঔষুধের থেকে এর নির্ভরযোগ্যতা বেশি হতে পারে… কয়েক হাজার বছর পর যখন ওই মহিলাদের পত্রিকা মাটিতে চাপা থাকবে, কেউ হয়তো তা বের করে আদিম জ্ঞানের ধারা হিসাবে পুজো করতে পারে। এটি ডোং-এইউ-বো-গ্যামের (সবচয়ে মর্যাদাকর ও ঐতিহ্যবাহী কোরিয়ান চিকিৎসাবিদ্যার বই) মতো সম্মানীত হতে পারে। | A型虽然内向,但擅长逻辑思考,性情稳定,为人体贴,整体算是不错,O型外向、性情稳定、具有领袖气质,而AB型则是随和 好人, 反观B型,内在-6、逻辑思考能力-7、性情稳定程度-7、领袖气质-7、关心体贴-3,B型不但拙于逻辑思考、个性不稳定、不具领袖气质,而且一点都不 体贴……ㅜㅜ |
26 | রক্তের গ্রুপ আর ভাই বোনদের মধ্যে কত নম্বরে জন্মেছে তার উপর শারীরিক বৈশিষ্ট্য নিভর করে। | |
27 | এখানে প্রথম সন্তানের রক্তের গ্রুপ অনুযায়ী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেয়া হলো। | |
28 | একজনের ব্যক্তিত্ব তার রক্তের গ্রুপ আর ভাই বোনদের মধ্যের সম্পর্কের মাধ্যমে বোঝা যায়। | |
29 | ‘এ' রক্তের গ্রুপ, স্বাপ্নিক ও রোমাঞ্চকর: | pk46与许多网民都批评以上偏见。 |
30 | স্পর্শকাতর ব্যক্তি। যে কোন ছোট ব্যপারেও একে আঘাত করা যায় আর প্রয়োজন ছাড়াই এরা স্পর্শকাতর। | 似乎只有韩国和日本流行以血型这种迷信方式来判别个性,纯粹娱乐倒是无妨,但人们若因此判断错误或畏畏缩缩,就不太好了。 |
31 | আপনি নিজের মতো চিন্তা করেন, বিশ্লেষন করেন আর ভুল বোঝেন। | 其实多 数西方人士都对自身血型一无所知,履历表也没有血型栏位,对他们而言,以血型判断个性实在新鲜。 |
32 | কিন্তু নিজের চিন্তা গোপন করে অন্যদের খেয়াল করেন ও প্রাধান্য দেন বলে আপনাকে ভালো বলে মনে হয়। | |
33 | রোমাঞ্চকর মুড আপনার ভালো লাগে যেখানে বাস্তবতা ভুলে কাল্পনিক জগতে থাকা যায়। | |
34 | বিষ্ময়করভাবে, আপনি একজন একগুয়ে এবং ত্রুটিহীনভাবে কাজ করার মানুষ। ‘বি' রক্তের গ্রুপ, উপভোগকারী আশাবাদী: | 我认为根本不需要去研究血型是否能判断个性,如果询问外国 学者的意见,他们一定会说:“有这种事?” |
35 | আশাবাদী যে জীবনকে উপভোগ করে। আপনি বিপর্যয়ের মুখেও হাসতে পারেন। | Dcinside表示,虽然他不相信这种事,但后人可能会将此理论视为伟大智慧。 |
36 | রোমাঞ্চের ভাব থাকার কারনে আপনি মাঝে মাঝে বাস্তবতা থেকে দূরের চিন্তা করেন। কিন্তু আপনি যদি স্বাধীন জীবন খুব বেশী উপভোগ করেন তাহলে আপনার হঠাৎ করে শত্রু হওয়ার সম্ভাবনা থাকবে। | 我认识的女性中,八成都相信血型决定个性,我当然一点都不相信,而且也不相信女性杂志或八卦报章杂志对血型的探讨,不过, 可能有 百分之五的机会证明我是错的,也许血型理论确实比传统韩国传统药物疗法准确灵验……也许数千年后,后人无意中挖掘到这些长眠地底的女性杂志,并将杂志中的 血型理论视为“古老”智慧,也许到时候血型理论会像著名的韩国古医书“东医宝鉴”(Dong-eui-bo-gam)一样拥有崇高地位。 |
37 | আপনার সহজে হার মানা ব্যক্তিত্ব আপনাকে পাল্টাতে হবে। | 除了血型可决定性格之外,家中手足排行也有影响,以下诸例为家中排行老大的血型分析。 |
38 | তাড়াতাড়ি ছেড়ে দেয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে… | 血型及家中手足排行可透视人的个性。 |
39 | ‘ও' রক্তের গ্রুপ, আস্থাসহ নেতৃত্ব: | A型,爱做白日梦的浪漫主义者。 |
40 | আপনার উজ্জ্বল ব্যক্তিত্ব আর আপনি অন্যকে ভালোভাবে নেতৃত্ব দেন। আপনার দয়ালু স্বভাবের জন্য আপনি কাউকে বিপদে ফেলে রাখতে চান না। | 性情纤细,容易因小事受伤,个性过于敏感;总是活在自我世界,因此时常误判情势;但除了以上方面,A型的老大是个好人,不但体贴,又照顾周遭的人。 |
41 | আপনি আপনার জীবনকে নাটকীয় করতে চান, যার জন্য আপনার সাথে লোকেরা সব সময় আরামে থাকতে পারেনা। | |
42 | ভুলবেন না যে সাধারন জীবনেও আনন্দ আছে। আপনি নিজেকে নিয়ে গর্বিত আর অন্য লোকের দ্বারা ব্যাঘাত পছন্দ করেন না। | 总而言之,A型的老大浪漫、不切实际、活在想像世界中,是个难缠的完美主义者…… |
43 | আপনি নিজের মতো থাকতে চান , কিন্তু বেশি আস্থা আপনাকে বিপদে ফেলতে পারে। | B型,快乐的乐观主义者。 |
44 | অকৃতকার্য হলে আপনি এই জন্য বেশী আঘাত পাবেন। সহজে সব কিছু নেন আর মনে রাখবেন যে আপনিও অকৃতকার্য হতে পারেন। | B型老大十分享受人生,面对困境依然乐观;个性浪漫,有时不切实际;过度享有自由,可能无意中树敌;应该改掉容易放弃的个性,思考一下是否太快放弃了。 |
45 | ‘এবি' রক্তের গ্রুপ, ধৈর্য আর মনোযোগে একই ধারা | 0型,信心十足的领袖。 |
46 | আপনার দৃঢ় ধৈর্য আর মনোযোগের কারনে আপনি যে কোন কিছু করতে পারেন। অন্যদের সাথে কাজ করার সময় আপনি কাজ ঠিকমত হওয়ার জন্য সাহায্য করতে পারেন। | 拥有光明的领袖特质,善良个性人畜无害;期待生活如戏剧般精彩,但周遭的人可能为此不太自在,别忘了平凡生活也能很快乐;O型老大很自傲,不喜欢他人搅扰,喜欢以自己的方式生活,但过度自信可能适得其反,一旦失败,就会一落千丈,切记要放轻松,每个人都可能失败。 |
47 | প্রকৃতি আর রাজনীতি নিয়ে উৎসাহ থাকায় আপনি বুদ্ধিমত্তায় ভরা। | AB型,持之以恒,完美专注。 |
48 | যারা আপনার মতো অতোটা জানে না তাদেরকে বোকা প্রমানিত করে আপনি আধিপত্য বজায় রাখেন। অন্যকে নীচে করে দেখবেন না। | AB型老大耐心十足,专注过人,适合从事各式各样事物,与他人共事能让工作更顺利;对政治及环境议题有高度兴趣,智识非凡,权威十足,旁人相形见绌,但切勿瞧不起别人,要尊重不同价值观及不同生活方式。 |
49 | মনে রাখবেন, যে অন্যের মতামত আর জীবন ধারাকে সম্মান করা উচিত। | 该博客还有更多关于血型、性格和家中排行的资讯。 |
50 | উক্ত ব্লগে রক্তের গ্রুপ অনুযায়ী আর ভাই-বোন অনুসারে ব্যক্তিত্বের আরো বিশ্লেষন আছে। | 关于以上内容,有些人评论:“仅供娱乐,别效法宗教狂热份子”、“B型如同女巫遭人猎捕”,各位相信这些理论吗? |
51 | অন্যরা মন্তব্য করেছে, “এটা শুধু মজার জন্য করবেন, ধর্মান্ধ লোকের মতো নয়,” আর “মনে হচ্ছে বি রক্তের গ্রুপকে অযাচিতভাবে শুলে চড়ানো হচ্ছে,” আপনি কি এই মতবাদে বিশাস করেন? | |
52 | একটি ভিডিও ক্লিপও আছে যেখানে দেখানো হয়েছে কি করে বিভিন্ন রক্তের গ্রুপ মারামারি করে। | |
53 | - হেউজিন কিম | 此影片连结甚至记录不同血型对这些理论的立场。 |