# | ben | zhs |
---|
1 | সিরিয়াতে কুর্দীরা ইসলামপন্থী এবং পিকেকে নিয়ে উভয় সংকটে | 在伊斯兰和土耳其库德工党夹缝中的库德人 |
2 | আমরা সিরিয়া ডিপলি (গভীরভাবে সিরিয়া)র সঙ্গে আমাদের সহযোগিতার অংশ হিসেবে নিবন্ধের একটি ধারাবাহিক প্রকাশ করছি যাতে বিশ্বজুড়ে লেখকদের সংঘাত সম্পর্কে দৃষ্টিভঙ্গীসহ ক্রসফায়ারে মধ্যে পড়া অসামরিক জনগণের কণ্ঠস্বর ধরা পড়েছে। | 叙利亚、阿扎兹:土耳其的库德工党(PKK)和他们在叙利亚的支派民主联盟党(PYD)陷入了不稳定的局势。 |
3 | আজাজ, সিরিয়া: তুরস্ক-ভিত্তিক কুর্দিশ শ্রমিক পার্টি (পিকেকে) এবং এর সিরীয় রাজনৈতিক শাখা গণতান্ত্রিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে হোঁচট খেয়েছে। | 去年夏天叙利亚军方将毗邻土耳其的城镇控制权交给美国和土耳其库德工党后他们便管理着这一区域。 对于长久受到叙利亚复兴党人歧视而渴望独立建国的库德人来说,这应该像美梦成真才对 -- 很快他们却开始受到比在阿萨德治下的叙利亚更多的压迫。 |
4 | গত গ্রীষ্মে সিরীয় সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিকেকে'র কাছে অঞ্চলটির নিয়ন্ত্রণ হস্তান্তর করার পর তারা এখন হয় শহরগুলির তারা তুর্কি সীমান্ত বরাবর বিভিন্ন শহর এবং নগরের পরিচালনা করছে। বাথপন্থী সিরিয়াতে বৈষম্যমূলক আচরণের শিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রত্যাশী কুর্দীদের জন্যে এটা স্বপ্নের বাস্তবায়নের মতো হলেও তা দ্রুতই সিরিয়াতে তাদের আসাদ আমলের জীবনের চেয়ে আরো বেশি অত্যাচারের প্রতিরূপে পর্যবসিত হয়েছে। | Bewar Mustafa, second left, Shawqi Othman, second right, and other Saladin Brigade members. |
5 | বেওয়ার মুস্তাফা, বাম থেকে দ্বিতীয়, শাক্বী ওথমান, ডান থেকে দ্বিতীয়, এবং সালাদিন ব্রিগেডের অন্যান্য সদস্যবৃন্দ। | Credit: Mohammed Sergie |
6 | কৃতজ্ঞতা: মোহাম্মদ সার্গি “আমরা আমাদের মুখ খুলতে পারি না,” বলেছেন আলেপ্পোর দক্ষিণের কুর্দিশ শহর জিন্দারেশের গণতন্ত্রপন্থী এক্টিভিস্ট ওয়ালাতো। | “我们不能开口,”来自阿勒坡北边库德城市金德勒斯的民主运动人士 Walato 说。“ |
7 | “আসাদের শাসনামলের চেয়ে পিকেকের অধীনে আমাদের স্বাধীনতা কম।” | 我们在 PKK 统治下拥有的自由还不及阿萨德执政时期。” |
8 | ওয়ালাতোর মতো এক্টিভিস্টদের জন্যে নতুন শাসকদের অধীনে একইসঙ্গে পিকেকে-নিয়ন্ত্রিত শহরগুলিতে বসবাসের মানে হলো আসাদের শাসনামলের চেয়ে আরো বেশি গোপনীয়তার সঙ্গে কাজ করা। সিরিয়ার বিপ্লবের প্রথমদিকে আফরিন, আমুদা এবং কোবানির মতো কুর্দিশ শহরগুলোতে বড় বড় বিক্ষোভ হতো। | 像 Walato 一样居住在 PKK 势力范围的社运人士来说,要和新的统治者共存必须比阿萨德时期更加守口如瓶。 |
9 | কিন্তু দেশের বাকি অংশের সঙ্গে প্রকাশ্য এই সব সাহসিকতা এবং সংহতির প্রদর্শন ক্রমেই বিরল হয়ে উঠছে। “পিকেকে এমনকি দেয়ালগুলো থেকে ‘ইয়াস্কুত' [মানে হলো আসাদ নিপাত যাক] শব্দটি মুছে ফেলেছে,” ওয়ালাতো বলেছেন। | 库德族城镇像是阿弗林(Afrin)、阿穆达(Amouda)和柯巴尼 (Kobani)在叙利亚革命初期进行过许多大型抗议活动,然而如今这类反抗或和叙利亚全国团结一致的表现已不常见。 |
10 | “মানবিক সাহায্য সংগঠিত করার মতো অরাজনৈতিক প্রচেষ্টার জন্যেও একটিভিস্টদের প্রায়ই হয়রানি করা হয়।” (সিরিয়ার কুর্দীদের উপর আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ পরিচালিত সাম্প্রতিক একটি সমীক্ষা সম্পর্কে আরো জানতে এখানে এবং হেনরি জ্যাকসন সোসাইটির দু'টি প্রতিবেদনের জন্যে এখানে, আর এখানে ক্লিক করুন।) | “PKK 甚至把墙上的‘Yasqut(阿萨德下台之意)'标语清除了,”Walato 说。“社运人士常因为一些无关政治的活动受到骚扰,像是组织人道救援。” |
11 | আলেপ্পোতে যুদ্ধ করা সালাদিন ব্রিগেডের অধিনায়করা শেষ পর্যন্ত পিকেকে কুর্দী শহরগুলির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় বিস্মিত হয়নি। | (更多叙利亚库德人的资讯请见此国际危机团体最近所作的研究,以及亨利杰克森协会的两篇报告:一、二) |
12 | শূন্যস্থান পূরণ করার মতো অস্ত্র এবং সংগঠণসহ একমাত্র গোষ্ঠী পিকেকে। তবে এর এতো সংগঠিত হওয়ার একটি কারণ রয়েছে। | 在阿勒坡作战的萨拉丁战队领袖对 PKK 控制了库德城镇并不感到意外,因为他们是唯一有武力有组织足以填补当时权力真空的团体。 |
13 | সালাদিন ব্রিগেডের প্রধান কর্ণেল শাক্বী ওথমান বলেছেন সিরিয়ার কুর্দীদের বিভক্ত করার জন্যে পিকেকে হাফেজ আল আসাদ সমর্থিত এবং কুর্দী রাজনীতিতে একটি বিচ্ছিন্নতাবাদী ধারা জোরদার করার মাধ্যমে তুরস্কের দিক থেকে চাপ সৃষ্টি করা। | 萨拉丁战队的领袖 Shawqi Othman 上校表示 PKK 能有如此规模是因为 Hafez al Assad 在背后支持,意欲分裂叙利亚的库德人,并以支持库德政治上的分离主义潮流来对土耳其施加压力。 |
14 | এছাড়াও আসাদ শাসকগোষ্ঠীর পিকেকে'কে সাহায্য করার একটি জাতিগত কারণ রয়েছে, বলেছেন ওথমান। পিকেকে'র নেতৃত্বের অধিকাংশই এসেছে বিরল একটি সংখ্যালঘু সম্প্রদায়: আলাপন্থী কুর্দীদের মধ্য থেকে। | 据 Othman 表示阿萨德政权支持 PKK 还有一个派系上的原因:PKK 的领袖大多来自一个少数族群阿拉维派库德人。 |
15 | এখন তুর্কি জেলখানায় বন্দি পিকেকে'র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওসালান সিরিয়ার বেশিরভাগ, সম্ভবতঃ ২লক্ষ, আলাপন্থী কুর্দীদের শহর মা'বাতলির একজন আলাপন্থী। | 目前身处土耳其狱中的 PKK 的建立者 Abdullah Ocalan 是来自马巴特利的阿拉维派,叙利亚大部分的阿拉维派库德人(约廿万)皆是来自这里。 |
16 | কুর্দীরা সিরিয়ার ২কোটি ৩০ লক্ষ জনসংখ্যার শতকরা ১০ ভাগের কিছু বেশি এবং বাকি বিশাল সংখ্যাগরিষ্ঠ একটি মাঝারি সংস্করণের সুন্নী ইসলাম মেনে চলে। | 叙利亚两千三百万人民超过十分之一是库德人,其中大多数属于较温和的逊 尼派。 |
17 | পিকেকে কর্মকর্তারা আসাদ সরকারের সঙ্গে বন্ধন অস্বীকার করলেও তাদের অস্ত্র কথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে এর শীর্ষ মুখপাত্র চাতুরীর সঙ্গে এড়িয়ে যান, জানিয়েছেন গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সম্প্রতি এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করা ওয়াশিংটন-ভিত্তিক একজন গবেষক। | 虽然 PKK 官员否认和阿萨德政权有联系,根据一名密切追踪 PKK,最近和其领导阶层会面过的华盛顿研究者表示,他们的发言人在被问到武器来源时显得相当小心翼翼。 |
18 | সিরিয়া ডিপলি সিরিয়ার ভিতরে মাঠপর্যায়ে পিকেকে কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করতে সক্ষম হয়নি। | 库德社运人士虽然声称受到 PKK 打压胁迫,但他们决定不与其对抗以免引起库德人内斗。 |
19 | কুর্দী এক্টিভিস্ট এবং বিদ্রোহীরা বলেছে তারা পিকেকে'র অবদমন এবং হুমকির সম্মুখীন হলেও, তারা কুর্দীদের মধ্যে একটি মারাত্মক দ্বন্দ্ব এড়ানোর জন্যে গোষ্ঠীটিকে মোকাবেলা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সশস্ত্র উপদলগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। | 然而武装集团之间的紧张情势依然居高不下,第一个反叛阿萨德政权的库德军官、同时也是阿勒坡萨拉丁战队创立者的 Bewar Mustafa 上尉表示他和同袍都在 PKK 的暗杀名单上。 |
20 | আলেপ্পোতে যুদ্ধরত সালাদিন ব্রিগেডের একজন প্রতিষ্ঠাতা আসাদ সরকার থেকে দলত্যাগ করা প্রথম কুর্দী কর্মকর্তা ক্যাপ্টেন বেওয়ার মুস্তাফা বলেছেন তিনি এবং তার কিছু সহযোদ্ধা পিকেকে'র হিটলিস্টে রয়েছেন। | Othman 表示他的团体会试着避免同族弟兄们之间的流血冲突,也愿意等待当地库德人开始反抗 PKK,这个日子可能不远了。 |
21 | ওথমান বলেছেন তার দল জাতিগত ভাইদের রক্তপাত এড়ানোর চেষ্টা করবে এবং স্থানীয় কুর্দী জনগণ পিকেকেবিরোধী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছুক। | Walato 表示 PKK 的暴政像是强征赋税或一连数天把犯人绑在广场的柱子上,使他们渐渐失去民心。 |
22 | হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে না। | 然而伊斯兰极端份子的威胁使库德人难以放弃支持他们之中最强大的武装团体。 |
23 | ওয়ালাতো বলেছেন যে পিকেকে'র বাড়াবাড়ি যেমন কর আরোপ, অথবা বন্দীদের একটানা কয়েক দিন ধরে শহরের চত্ত্বরে খুঁটিতে বেঁধে রাখা গোষ্ঠীটির জনপ্রিয়তায় ধ্বস নামিয়ে দিচ্ছে। | “如果要在叙利亚人民前线和 PKK 之间二选一,我选 PKK。” |
24 | তবুও ইসলামী চরমপন্থীদের হুমকি কুর্দীদেরকে তাদের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনীর উপর থেকে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে সতর্ক হতে বাধ্য করেছে। | 和萨拉丁战队密切合作的社运人士 Mohammed Suleiman 表示。 |
25 | “পছন্দ জাবহাত আল-নুসরা অথবা পিকেকে'র মধ্যে হলে আমি সবসময় পিকেকে পছন্দ করবো,” বলেছেন সালাদিন ব্রিগেডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং পিকেকে'কে ভাড়াটে ও অপরাধী অভিহিত করা একজন এক্টিভিস্ট মোহাম্মদ সুলেইমান। | 他认为 PKK 是佣兵也是罪犯。 |
26 | কুর্দীদের উদ্বিগ্ন হওয়ার একটি কারণ রয়েছে। | 库德人的担心并非没有道理。 |
27 | গত সপ্তাহে রাস আল আইনে বিদ্রোহী এবং পিকেকে যোদ্ধাদের মধ্যে মারাত্মক সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। | 艾因角上周爆发了反抗军和 PKK 战士间的死亡冲突。 |
28 | ইসলামপন্থী ব্রিগেড তুরস্ককের সঙ্গে সিরিয়ার উত্তরপূর্ব সীমান্তের এবং মাসের পর মাস ধরে নামমাত্র পিকেকে নিয়ন্ত্রণে থাকা শহরটিতে বোমাবর্ষণের জন্যে একটি ট্যাংক ব্যবহার করেছে (ভিডিওটি নীচে রয়েছে।) কুর্দী এবং বিরোধীদলীয় আরব নেতৃবৃন্দ সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন এবং কুর্দী ও সিরীয় জাতীয় পরিষদের সাবেক সভাপতি আব্দুলবাসেত সিইদা বলেছেন যে রাস আল আইনে যুদ্ধ করা বৃথা কারণ এতে আসাদ শাসনের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘটবে না। | 伊斯兰军队用坦克轰炸这个名义上从数月前起由 PKK 控制,位于叙利亚东北和土耳其接壤的城市(见下方影片)。 库德和阿拉伯反对派领袖呼吁停止暴力行动,库德族的前叙利亚国家会议主席 Abdulbaset Sieda 表示艾因角的冲突没有意义,因为这并不会终结对阿萨德政权的战争。 |
29 | একথা বলার মানে এই নয় যে কুর্দীদের মধ্যে ইসলামপন্থীদের প্রতি কিছুটা আকর্ষণ নেই। | 但这并不代表库德人对伊斯兰团体毫无敬意。 |
30 | প্রকৃতপক্ষে, সালাদিন ব্রিগেড কিছু কিছু গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে। | 萨拉丁战队和其中一些团体交战过。 |
31 | আলেপ্পো এবং তুর্কি সীমান্তের কাছাকাছি বিভিন্ন সার্জারি কেন্দ্রের একজন শল্যচিকিৎসক শারভান ইবেশ ভরবেগ বজায় রেখে আলেপ্পোতে শাসকগোষ্ঠীর প্রতিআক্রমণগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্যে জাবহাত আল-নুসরা'র প্রশংসা করেছেন। | 在阿勒坡和土耳其边界管理外科手术中心的 Sharvan Ibesh 医师赞许叙利亚人民前线始终维持着势头,抵挡住了政府军的反攻。 |
32 | “ইসলামী ব্রিগেডগুলো সংগ্রামে ভারী বোঝা বহন করছে,” বলেছেন তিনি। | 他说:“伊斯兰人的军队在战争中负担最重。” |