# | ben | zhs |
---|
1 | সৌদি আরবঃ ইউ টিউব বন্ধে কর্তৃপক্ষের অবরোধ | 沙特阿拉伯:政府当局威胁封锁YouTube |
2 | সৌদি সরকারি সংবাদ সংস্থা এস পি এ আজ সকালে রিপোর্ট করেছে যে, সৌদি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কমিশন ইউ টিউব বন্ধের হুমকির মাধ্যমে “ইনোসেন্স অফ মুসলিম”চলচ্চিত্রটির বিশেষ বিজ্ঞাপনী অংশের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বিবৃতি প্রকাশিত হওয়ার পর যার অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে। | 沙特阿拉伯官方新闻社SPA今天(9月18日)稍早报导,通讯及资讯科技委员会(Communications and Information Technology Commission)以威胁封锁YouTube的方式,对《无知的穆斯林》的电影预告片作出反应。 |
3 | এস পি এ রিপোর্ট করেছে [আরবি]: | 在此声明发布之后,YouTube已经至少封锁了一个视频。 |
4 | সৌদি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কমিশন সৌদি আই এস পি কে চলচ্চিত্রটি ব্লক করার নির্দেশ দিয়েছে […]। | SPA报导[阿拉伯文]: |
5 | এছাড়াও কমিশনটি গুগলের সাথে যোগাযোগ করে সেই সিনেমা সম্বলিত ইউ টিউবের সমস্ত ইউ আর এল গুলো অবরুদ্ধ করার অনুরোধ জানিয়েছে। | 通讯及资讯科技委员会已经命令沙乌地阿拉伯的网络服务提供者封锁该电影[…]。 |
6 | যদি গুগল থেকে কোন ধরণের সহযোগিতা পাওয়া না যায়, তবে কমিশনটি ইউ টিউব পুরোপুরি বন্ধ করে দিবে। | 委员会也已经与Google联系,要求Google封锁所有会连到该电影的YouTube链结,若Google不有所反应,委员会将会全面封锁YouTube。 |
7 | সৌদি আরবের জনগণ যারা বিশ্বব্যাপী ইউ টিউব ব্যবহারে শীর্ষস্থানীয় তারা সামগ্রিকভাবে এই বিবৃতিতে রাগ এবং বিদ্রূপের সঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। | YouTube观看人数在全球排名第一的沙特阿拉伯人,皆以气愤与嘲弄来回应政府的声明。 |
8 | বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউ টিউবে অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে, @এসামজ থেকে প্রাপ্ত | 根据@essamz,政府发表声明之后,YouTube至少已经封锁一个视频。 |
9 | সৌদি ব্লগার থুমার আল মারজোগী টুইট করেছেনঃ | 沙特阿拉伯博主Thumar al-Marzougi推特道: |
10 | @থুমারম: এর পেছনে দুই ধরণের সম্ভাবনা থাকতে পারেঃ রাষ্ট্র তার নিজস্ব ভাবনা এবং রাজনৈতিক বিবেচনায় এই সুযোগ কাজে লাগিয়ে ইউ টিউব অবরোধ করে দিতে চায়, অথবা তারা নিজেরাই জানে না অবরোধ করা বলতে কি বোঝায়। | @thumarm:在恶意的假设下,有两种可能:国家想要把握住机会来封锁YouTube及所有它值得深思与政治性的内容,或是他们不懂封锁是什么。 |
11 | সৌদি টুইটার ব্যবহারকারী মৌসাব ফুয়াদ টুইট করেছেনঃ | 沙特阿拉伯Twitter用户Mousab Fouad推特说: |
12 | @ডরয়কঃ তারা একটি 15 মিনিটের ক্লিপ জন্য ইউ টিউব অবরুদ্ধ করেছে। | @DrRAYQ:他们会因为一个15分钟的短片封锁YouTube。 |
13 | পরে তারা একটি 140-অক্ষর বিশিষ্ট টুইটের জন্য টুইটার অবরুদ্ধ করবে! | 下一次,他们就会因为一条140字的推特来封锁Twitter! |
14 | এটা অভিশাপ! | 该死的! |
15 | সৌদি কলামিস্ট এবং অর্থনীতিবিদ ইসাম আল জামিল টুইট করেছেন: | 沙特阿拉伯专栏作家与经济学家Essam al-Zamil则推特说: |
16 | @এসামজঃ আক্রমণাত্মক মুভিটি [ইউ টিউব দ্বারা] মিশর এবং লিবিয়ায় অবরোধ করা হয়েছে এবং সৌদি আরবেও এই ইউ টিউব অবরুদ্ধ করা খুব সহজ। এ জন্য কোন ভীতি প্রদর্শনের প্রয়োজন নেই! | @essamz:这部冒犯众人的电影在埃及与利比亚都被[YouTube]封锁了,对YouTube来说,在沙特阿拉伯封锁它会是件非常简单的事,没必要威胁! |
17 | এই বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউ টিউবের অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে। | 在政府发表声明之后,YouTube至少已经封锁了一个视频。 |