# | ben | zhs |
---|
1 | রাইসিং ভয়সেস আউটরিচ প্রকল্পের কাজ শুরু হয়েছে | 发声:部落格外展计划初试啼声 |
2 | এক মাসেরও কম সময় আগে আমরা রাইজিং ভয়েসেস এর অনুদানে প্রথম পাঁচটি আউটরিচ প্রকল্পের ঘোষনা করি। | 在“发声”小额资助计划第一轮获选者名单公布后,不到一个月,首五个受助计划已经取得了长足发展。 |
3 | কিন্তু এরই মধ্যে ওই পাঁচটি প্রকল্পের অনেক অগ্রগতি হয়েছে। | 让我们很快的往世界走一圈,看看小小的努力、加上大家的同心合力能成就甚么。 |
4 | চলুন পৃথিবীর চারদিকে একবার দ্রুত ভ্রমন করে আমরা দেখে আসি যে একটু পরিশ্রম আর অনেকগুলো হাত একসাথে মেলানোর ফলে কি করা যায়। | |
5 | হাইপার বাররিও, কলম্বিয়া | HiperBarrio,哥伦比亚 |
6 | প্রথম গন্তব্য , কলম্বিয়া। | 第一站,哥伦比亚。 |
7 | আল্ভারো রামিরেজ, জর্জ মন্টইয়া আর জুলিয়ানা রিঙ্কন প্রথমে দুটি আলাদা প্রকল্পপত্র জমা দিয়েছিলেন কিন্তু জোর দিয়েছিলেন মেডেলিন এর খেটে খাওয়া শ্রেনীর উপর। | Álvaro Ramirez,Jorge Montoya,和 Juliana Rincón原先各自提交了两份企划书,均以麦德林区(Medellín)的劳动阶级为对象,并设定同样的目标。 |
8 | দুজনের মোটামুটি একই উদ্দেশ্য ছিল। তারা এখন একসাথে কাজ করছে হাইপার বাররিও নামক এক সংস্থা তৈরি করে যার মূলমন্ত্র হচ্ছে “স্থানীয় কথপোকথন, বিশ্ব শ্রোতা” । | 现在,他们同心协力,并成立了一个名为 HiperBarrio的组织,以Historias Locales, audiencia global,即“地方故事,环球听众”为口号。 |
9 | তারা ইতিমধ্যে একটি ডোমেইন রেজিস্টার করেছেন আর তাদের ওয়েবসাইটটি নির্মিত হচ্ছে। | 他们已经注册了域名,而网站也正在建设当中。 |
10 | রাইসিং ভয়সেস আউটরিচ অনুদান ঘোষিত হওয়ার এক সপ্তাহের মধ্যে আল্ভারো রামিরেজ আর মরিসিও মুনেরা সমস্যাসংকুল লা লোমা সান জাভিয়ের একটা পাবলিক লাইব্রেরিতে ভিডিও ব্লগিং এর উপর একটা কর্মশালা আয়োজন করেন। | 确定取得发声计划资助之后不过一个星期,Álvaro Ramirez 跟 Mauricio Múnera在邻近常有暴力事件的La Loma San Javier公共图书馆,举办了一个影像播客工作坊,Álvaro以一系列由年轻参加者拍摄的照片,记录了头三场工作坊的情况。 |
11 | আল্ভারো নবীন অংশগ্রহনকারীদের তোলা কিছু ছবি দিয়ে প্রথম তিন সপ্তাহের কর্মশালা নথিবদ্ধ করেন। | |
12 | তাদের প্রথম ভিডিও ব্লগিং এর অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হলঃ | 以下是他们对影像播客的初次体验: |
13 | | Luego subimos a la sala de computadores y lectura de la Biblioteca del barrio y en grupitos de dos y tres se sentaron a aprender a manejar el Movie Maker, a crear un juguete audiovisal de 30 segundos de duración con fotos tomadas de internet para luego subirlas a YouTube. |
14 | পরে আমরা কাছের লাইবেরির কম্পিউটার ল্যাবে গেলাম এবং সেখানে তারা একেকটি কম্পিউটরের সামনে ২-৩ জন করে বসে শিখতে লাগল কিভাবে ইন্টারনেট থেকে নেয়া কয়েকটি স্থিরচিত্র দিয়ে উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করে ৩০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। | Trabajaron con rapidez y mucho entusiasmo asistidos en la parte técnica por Juan Diego, Mauricio, Diego y mi persona. |
15 | তারা অনেক উৎসাহ নিয়ে দ্রুত কাজ করেছে হুয়ান দিয়েগো, মরিসিও, ডিয়াগো আর আমার কাছ থেকে কিছু যান্ত্রিক সাহায্য নিয়ে। | En la parte estética y de contenido no necesitaron mayor ayuda. |
16 | নান্দনিকতা আর বিষয়বস্তু নিয়ে তাদের কোন সাহায্যই লাগেনি। যে সৃজনশীলতা তারা দেখিয়েছে তা মুগ্ধ করার মত আর সহজেই বুঝতে পেরেছে যে তাদের ছোট্ট প্রকল্পগুলোতে তারা কি করতে চায়। | La creatividad demostrada fue impresionante y fácilmente se ponían de acuerdo en la forma como querían armar sus pequeñas experimentos. |
17 | হুয়ান দিয়েগো হাইপার বাররিও প্রকল্পে অংশগ্রহনকারীদেরকে উইন্ডোজ মুভি মেকার ব্যবহার শেখাচ্ছেন | 之后,我们走到邻近图书馆的电脑室,两三人分成一个小组,他们就学着如何用 Windows Movie Maker,利用从互联网拿来的图片去制作三十秒的影音短片。 |
18 | এই পর্যন্ত ছাত্রদের করা সব ভিডিও ইউ টিউবে দেখা যাবে। | 他们充满热诚,学得也快。 |
19 | এখানে সেবাস্টিয়ান, জেসিকা আর সুসানার করা “সুসানার চমৎকার স্কেট” উদাহরন হিসাবে দেখান হয়েছে। | Juan Diego、Mauricio、Diego和我从旁协助解决技术问题;至于美学和内容方面,他们完全不需要帮忙。 |
20 | ভিডিওতে লেখা আছেঃ | 他们展示的创意教人惊叹,而他们也很快就掌握了该如何处理他们的小习作。 |
21 | : নতুন রোলার স্কেটস | Juan Diego正在向Hiperbarrio的参与者示范如何使用Windows Movie Maker。 |
22 | : যুগোপযোগী আর আরামদায়ক | 你可以在YouTube上看到开始至今由学员们制作的所有影像。 |
23 | : আর সস্তা : ব্যবহার করে দেখ | 这里是其中一个范例,由Sebastian, Jessica, and Susana所制作,题目为“Susana的超级溜冰鞋”: |
24 | : বারবি রোলার স্কেটস | 影片的叙述中写道: |
25 | দেখাই যাচ্ছে যে মার্কেটিং এ এই তিনজনার ভবিষ্যত উজ্জ্বল। | 这双最新的滚轴溜冰鞋 实用而舒适 价格廉宜 试试吧 连芭比也爱穿 你可以看见,三位将来定必在市场行销界成就大业。 |
26 | আর একটি ভিডিও গিলেরমো আল্ভারেজ আর ইভান ডারিও মেরশান তৈরি করেছে, নাম “কলম্বিয়া। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈপরিত্যের দেশ”। | 这里是另外一段影像,由Guillermo Alvarez 和 Ivan Dario Merchan制作,题目是:“哥伦比亚,景色与对比”: |
27 | কলম্বিয়া, ছবির দেশ | 叙述写道: |
28 | কলম্বিয়ার যুদ্ধ নিয়ে অনেক কথা আছে | 哥伦比亚,影像之境。 |
29 | জীবন আর প্রাকৃতিক দৃশ্য | 关于战争,有很多可以说。 |
30 | নাচ, আনন্দ আর চিত্তবিনোদন … সংস্কৃতি, বিশ্বাস, আর আশা | 生活和风景, 舞蹈,喜悦,娱乐,…文化,信仰,希望--还有我们。 |
31 | … আমরাও নারী জীবন, বাংলাদেশ | Nari Jibon, 孟加拉 |
32 | পরের সপ্তাহের ভূমিকামূলক পডকাস্টে হাইপার বাররিও প্রকল্প সম্পর্কে আরো জানা যাবে। | 下星期的播客介绍里,你将会听到更多关于哥伦比亚的HiperBarrio计划。 |
33 | কিন্তু এখন চলুন বাংলাদেশ এবং নারী জীবন প্রকল্পের দিকে। | 现在就让我们移步到孟加拉,看看另一个叫Nari Jibon的计划。 |
34 | হাইপার বাররিও যখন ভিডিও ব্লগিং এর উপর কর্মশালার ব্যবস্থা করছিল মেডেলিনে, নারী জীবন তাদের প্রথম ব্লগিং কর্মশালার আয়োজন করে বাংলাদেশী প্রফেশানাল ব্লগার রাজিব আহমেদকে দিয়ে যিনি সাউথএশিয়াবিজ. | 差不多就在HiperBarrio在麦德林区,开始举办影像播客工作坊的同时,Nari Jibon和Razib Ahmed合办了第一场部落格工作坊;Razib Ahmed是孟加拉的专业部落客,同时领导着SouthAsiaBiz.com 和 IndianRaj.com两个网站。 |
35 | কম আর ইন্ডিয়ারাজ. কম এই দুটি ব্লগের কর্নধার। | 明显地,工作坊很有启发性,Nari Jibon的部落客新文章产量增加了不少。 |
36 | কর্মশালাটি উৎসাহব্যঞ্জক ছিল যেহেতু নারী জীবন ব্লগাররা প্রচুর লেখে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঁচ ভাগে লেখা এক বাংলাদেশি মেয়ের কথা যাকে যৌন কাজে বাধ্য করা হয়েছিল। | 其中特别受到关注的,是关于一位孟加拉少女被推入火坑的故事,可以在这里看到:1、2、3、4、5。 |
37 | তসলিমা আখতার আর অনিমেষ চন্দ্র বাইন - দুই জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকার মহিলাদের নিয়ে নারী জীবনের ক্লাসের মধ্যে ব্লগিং এর ব্যাপারটি আনতে। | Taslima Akter 和 Animesh Chandra Bain透过Nari Jibon计划,把部落格书写引进达卡(Dhaka)的年轻妇女当中,实在功不可没。 |
38 | বলিভিয়া, কোলকাতা আর সিয়েরা লিওন | 玻利维亚、加尔各答,和塞拉利昂 |
39 | পরের তিনটা প্রকল্পই প্ল্যানিং এর পর্যায়ে আছে, কিন্তু তাদের প্ল্যানিংও খুবই ভালো। | 另外三个计划还在筹备当中,但是单看他们的策划过程也够吸引人了。 |
40 | বলিভিয়া থেকে হুগো মিরান্দা জানিয়েছেন যে এল আল্টোতে তাদের আউটরিচ কর্মশালা চালানোর জন্যে ঠিকমত একটা সাইবার কাফে পেতে তার, মারিও আর এডোয়ারডোর কি কি অসুবিধা হচ্ছেঃ | 在玻利维亚,Hugo Miranda提到他和Mario,Eduardo 在寻找合适的网络咖啡店去举办他们的工作坊时所面对的困难[ES]: |
41 | প্রায় সব ইন্টারনেট কাফেতে একি দুরবস্থা। | 大部份网络咖啡店都有同样(差劲)的情况。 |
42 | যদি কোন সাইবার কাফে ৪০-৫০ টা কম্পিউটার সহ পাওয়া যায় তো তাদের অবস্থা খুবই করুন। | 尽管网咖有四十到五十台电脑,那些机器的状况却可怕得很。 |
43 | আমি পেন্টিয়াম ১ এবং ২ প্রসেসর যা এক্সপি ফিনিক্স (একটি হ্যাক করা অপারেটিং সিস্টেম যা মাত্র ৩০০ মেগাহার্টজ শক্তির প্রসেসর ও ৬৪ মেগাবাইট ল্যাম সম্পন্ন কম্পিউটারে চলে) ব্যবহার করছে এমন কম্পিউটারও দেখতে পেয়েছি, যা একটি ভালো কর্মশালায় ব্যবহার করা যায় না। | |
44 | কোলকাতা থেকে বিশন সমদ্দার বিশদ ভাবে জানিয়েছেন অক্টোবরে শুরু হতে যাওয়া নেবারহুড ডাইরিজ এর লক্ষ্য সম্পর্কে। | 我甚至见过有些使用奔腾I和奔腾II处理器电脑用 XP FNENIX(破解版的XP作业系统,以令它可以在300Mhz和64MB内存记忆体上运作),明显不适合我们举办一场像样的工作坊。 |
45 | একই ভাবে ফ্রীটাউন, সিয়েরা লিওনের ভিকি রেমো-দোহারতি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তার দাদীর খারাপ সাস্থ্য আর নির্বাচনের উন্মাদনার মধ্যে । | 在印度的加尔各答,Bishan Samaddar拟定鸿图大计,将会在十月开展邻家日记(Neighbourhood Diaries)计划。 |
46 | যদি এখনো না শুনে থাকেন তাহলে নারী জীবন প্রকল্পের ভূমিকামূলক পডকাস্টটা একবার অবশ্যই শুনবেন। | 同样,在塞拉利昂的弗里敦,Vickie Remoe-Doherty亦密锣紧鼓地筹备,即使疯狂的选举季节已经到来,且她祖母的健康每况愈下。 |
47 | পরের সপ্তাহের শুরুতে আমরা হাইপার বাররিও, কলম্বিয়ার ভূমিকামূলক পডকাস্টের প্রথম ভাগ আপনাদের কাছে উপস্থাপন করব। | 如果这些资讯还没办法满足你,别忘了去听听介绍Nari Jibon计划的播客。 下星期初,我们将会为你带来哥伦比亚HiperBarrio计划播客的首部份。 |