# | ben | zhs |
---|
1 | বিশ্বব্যাপী আলো বন্ধ রাখা একটা সুরক্ষিত পৃথিবীর জন্য | 全球:关灯经营永续世界 |
2 | ব্রাজিলের সব থেকে নাম করা সীমানা নির্দেশক কোরকোভাদো পাহাড়ে ‘দ্যা ক্রাইস্ট দ্যা রিডিমার' মূর্তি, তাদের বাতি নিভিয়ে দেয় গত শনিবারে। সে সময় রিও ডি জেনেইরো শহর স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার ছিল। | 3月28日,巴西最著名地标救世基督像熄灯,不过依然屹立在科科瓦多山顶(Corcovado),俯瞰比平常更昏暗的里约热内卢(Rio de Janeiro)市区,巴西全国约百座城市为「地球一小时」活动,都在当天晚间8点30分至9点30分熄灯,这是巴西首度参与这项全球活动,以支持发展更 永续的世界。 |
3 | কারন আর্থ আওয়ার উদযাপনের জন্যে ১০০টি ব্রাজিলের শহর তাদের বিজলি বাতি নিভিয়ে দেয় রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। | 照片来自Americo Verme/WWS Brazil |
4 | এই প্রথম বার এই দেশ অংশগ্রহন করেছে এমন অনুষ্ঠানে যা আরো বেশী সুরক্ষিত পৃথিবীর জন্য সমর্থন দেখিয়েছে। ছবি আমেরিকো ভের্মে/ডাব্লুডাব্লুএস ব্রাজিল এর সৌজন্যে | 一如汶莱与许多其他国家,巴西也是首度加入「地球一小时」,民众有人支持乐观,亦有人嘲讽抨击,Papo de Homem[葡萄牙文]博客的Guilherme Nascimento Valadares追踪Twitter网站上的反应,在3月29日晚上8点45分至3月30日早上6点之间,共收集超过8000则讯息,他表示: |
5 | ব্রুনাই আর অন্য অনেক দেশের মতো ব্রাজিল আর্থ আওয়ার (পৃথিবী ঘন্টা) দিবসে প্রথমবারের মতো যোগদান করেছে। এ নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে - আশাবাদি সমর্থক থেকে সমালোচনামূলক আর নৈরাশ্যবাদীও কেউ কেউ ছিল। | 有个奇怪的现象,多数批评都来自最熟悉网络、最聪明的年轻人,如果有误请纠正,但我觉得这是今日巴西活跃年轻世代的写照,这些人有大学文凭,也赚了些钱,但他们却是一群浑蛋,是疑心病最重、最懒散、最不安、最胆小的一群人。 |
6 | পাপো দে হোমেম ব্লগ এর গুলহারমে নাসিমেন্তো ভালাদারেস টুইটারে প্রতিক্রিয়া দেখতে কিছু সময় ব্যায় করেছেন আর শনিবার ২৯ তারিখ ৮:৪৫ মিনিট থেকে রবিবার ৩০ তারিখ ভোর ৬টার মধ্যে ৮০০০ এর উপরে সংশ্লিষ্ট ট্যাগের উপর পোস্ট পড়েছে তাই গুনেছেন। | |
7 | তিনি উপসংহারে বলেছেন: একটা অদ্ভুত বাস্তবতা: সব থেকে বেশী সমালোচনা এসেছে যারা সব থেকে বেশী সংশ্লিষ্ট, উৎসাহিত, উজ্জ্বল নবীন এমন লোকদের কাছ থেকে। | 许多Flickr用户关灯之后,都拍照记录这一刻,以下是来自巴西、印度、马来西亚、澳洲、新加坡、智利等地的照片,皆依据创用CC授权使用。 |
8 | দয়া করে বলবেন যে আমার যদি ভুল হয়ে থাকে, কিন্তু আমার এমন ধারণা হয়েছে যে এটাই এখনের ব্রাজিলের সক্রিয় তরুনদের চিত্র। | |
9 | আমি তাদের কথা বলছি যারা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়েছে, এরই মধ্যে আয় শুরু করেছে- যারা প্রচন্ড গাধা জাতীয়, সন্দেহপ্রবন, অলস, নিরাপত্তাহীনতায় ভোগে, আরামপ্রিয় ভেড়া জাতীয় মানুষ। | |
10 | যারা বাতি বন্ধ করেছিল তাদের মধ্যে অনেক ফ্লিকার ব্যবহারকারী সময় কাটাতে ছবি তুলেছিল। | 照片来自Alexandre E Silva's(巴西) |
11 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অওতায় নীচের কিছু বাছাই করা ছবি দেয়া হচ্ছে ব্রাজিল, ভারত, মালায়শিয়া, আস্ট্রেলিয়া, সিঙ্গাপুর আর চিলি থেকে: | |
12 | ছবি ব্রাজিলের আলেকজান্ডার ই সিলভার সৌজন্যে “আর্থ আওয়ারের লাইভ স্ট্রিমিং ইউস্ট্রিম দিয়ে।“ | 透过Ustream网站即时转播「地球一小时」活动。 |
13 | বাঙ্গালোর ভারতে আর্থ আওয়ার,- ছবি আর্থ আওয়ার গ্লোবালের। বাঙ্গালোর থেকে একজন ভারতীয় ব্লগার আমদেরকে মনে করিয়ে দিয়েছেন যে দেশ প্রতিদিন ভয়ঙ্কর বিদ্যুত ঘাটতির মুখোমুখি হচ্ছে, সে দেশে আর্থ আওয়ার পালন করা বোকামির কাজ হয়েছে। | 印度班加洛(Bangalore)活动照片,由Earth Hour Global提供,当地一位博客也提醒,印度长期出现日常供电不足窘境,参与「地球一小时」是愚蠢的象征,View of My World指出: |
14 | ভিউ অফ মাই ওয়ালর্ড বলেছে: বাঙ্গালোর আর ভারতের অনেক অংশে, পৃথিবী ঘন্টা/ পৃথিবী দিন/ পৃথিবী রাত পালন করছে অনেক বছর ধরে। | 班加洛与印度诸多地区多年以来,每日每日都像在过地球日,就连今天早上9点到11点,我家也没电可用。 |
15 | আজ সকালেও আমার বাড়িতে সকাল ৯-১১ টা পর্যন্ত বাত্তি ছিলনা। | 照片来自Dani Pontes(巴西) |
16 | ছবি ব্রাজিলের ডানি পন্তেসের সৌজন্যে | 我们参加了! |
17 | “আমরা অংশগ্রহণ করেছি! | 利用机会在烛光下接吻与拥抱。 |
18 | আর এই সুযোগ গ্রহন করেছি মোমের আলোয় চুমো দেয়া আর আদর করার জন্য।“ | 照片来自Luciano Joaquim(巴西) |
19 | ছবি ব্রাজিলের লুসিয়ারো জোয়াকিমের সৌজন্যে ছবি মালয়েশিয়ার সিডাব্লুর সৌজন্যে | 「给地球一个机会…」照片来自CW Ye(马来西亚) |
20 | ছবি চিলির ম্যাক্স ই মিলিয়ানোর সৌজন্যে ছবি অস্ট্রেলিয়ার মন্দেইনের সৌজন্যে | 照片来自Max y Miliano(智利) |
21 | সিডনিতে আর্থ আওয়ার হতাশাজনক আর কোন মানে ছাড়া ছিল। | 照片来自Mondayne(澳洲雪梨) |
22 | তারা আসলে অপেরা হাউস বা ব্রীজে বাতি নেভায় না… মাত্র কয়েকটা বাতি বন্ধ করা হয়। | 「地球一小时」在雪梨令人失望又毫无重点,无论是歌剧院或大桥都没关灯…只有几盏灯熄灭,我无法想像这样能省下多少能源。 |
23 | আমি চিন্তা করতে পারিনা যে তারা আসলেই অনেক বিদ্যুত বাঁচিয়েছে। | 自画照来自Hsien-Ku(澳洲) |
24 | ছবি অস্ট্রেলিয়ার সিয়েনকুর সৌজন্যে | 照片来自Nathan Hayag(新加坡) |
25 | ছবি সিঙ্গাপুরের নাথান হায়াগের সৌজন্যে | 校对:nairobi |