Sentence alignment for gv-ben-20100809-12243.xml (html) - gv-zhs-20100816-5909.xml (html)

#benzhs
1বাংলাদেশ: অতিথিরা গ্রামীন ব্যাংকের অঙ্গ সংগঠনগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানাচ্ছে
2ঢাকায় গ্রামীন ব্যাংকের অফিস।孟加拉国:访问格拉明集团经验
3ছবি ফ্লিকার ব্যাবহারকারী রাইনার এবার্টের সৌজন্যে। সিসি বাই-এসএ孟加拉国首都达卡的格拉明银行办公室,照片来自Flickr用户Rainer Ebert,依据创用CC BY-SA授权使用
4১৯৭৬ সালে একটি গবেষণা প্রকল্প হিসেবে শুরু হওয়া গ্রামীন ব্যাংককে অনেক পথ পাড়ি দিতে হয়েছে আজকের অবস্থানে আসার জন্যে। এটি আজ একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়ন ব্যাংক যার বিশ্বব্যাপী অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।格拉明银行(Grameen Bank)自1976年以研究计划形式出现后,至今发展规模已相当庞大,不仅是微型金融组织、社区发展银行,全球各地还有许多相关投资,这项计划发展30年来,获得无数奖项肯定(包括与创办人尤努斯博士(Muhammad Yunus)在2006年共同获得诺贝尔和平奖),格拉明银行如今已拓展为社会组织集团。
5তিন দশক পরে এবং নোবেল শান্তি পুরস্কার (যা এর প্রতিষ্ঠাতা ড: মুহাম্মাদ ইউনুস এর সাথে একত্রে প্রাপ্ত) থেকে শুরু করে অনেক পুরস্কারে সমৃদ্ধ হয়ে এটির কলেবর বৃদ্ধি পেয়েছে বেশ কিছু শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে।
6প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক স্বেচ্ছাসেবী আর সামাজিক কর্মীরা গ্রামীনের প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করতে আসেন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্যে।
7এই গ্রীষ্মে আমেরিকার কেন্টাকি স্টেটের নর্দার্ন কেন্টাকি বিশ্ববিদ্যালয় (এনকেইউ) এর মাস্টার্স অফ পাবলিক এডমিনিষ্ট্রেশন (এমপিএ) প্রোগ্রামের আটজন ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে এসেছেন।
8তারা বেশ অনেকগুলো মাঠ পরিদর্শনে গিয়েছেন এবং তাদের অভিজ্ঞতাগুলো লেখনি, ছবি এবং ভিডিওর মাধ্যমে লিপিবদ্ধ করেছেন তাদের ব্লগে। এমপিএ প্রোগ্রামের সম্পাদিকা বেথ তার অভিজ্ঞতা “তারা আমাকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে” নামক ব্লগে বর্ণনা করেছেন।许多志工与社会运动者每年自世界各地来访,既学习运作模式,亦瞭解第一手经验,今年夏天,美国北肯塔基大学公共行政硕士班八名师生至孟加拉国实习,进行多次田野访查,也透过文字、照片及影片,在博客里记录这段经验。
9মাঠ পরিদর্শনের সময় গ্রামের পরিবেশের সাথে তার খাপ খাইয়ে নিতে কষ্ট হলেও তিনি মন্তব্য করেছেন: গ্রামের পরিবেশ শহরের পরিবেশ থেকে অনেক আলাদা।研士班编辑Beth在「他们带我去孟加拉国」博客里分享经验谈,她觉得在田野访查期间,要适应乡村基础建设不易,她提到:
10এটি অনেক সবুজ। বায়ু কম দুষিত এবং অবশ্যই শব্দ দুষণ অনেক কম।在郷间与在城市大不相同,植物更多,空气更清新,环境也更宁静。
11বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ব্লগের মাধ্যমে তাদের অভিজ্ঞতা জানাচ্ছেন।其他学生亦在博客写下感想,Mike在「等等…这等于几英里远?!」
12মাইক তার “দাঁড়ান…এটি কত মাইল দুরে?”博客里张贴影片。
13শিরোনামের ব্লগে কিছু ভিডিও পোস্ট করেছেন:这段影片记录师生初次前往社区集会中心的情况:
14এই ভিডিওতে রয়েছে ধামরাইতে এনকেইউ দলের প্রথম পরিদর্শন, কেন্দ্রের মিটিং, ইত্যাদি.. : ব্র্যান্ডি বাংলাদেশকে ভাল ভাবে জানার জন্যে বিভিন্ন স্থানে গিয়েছেন এবং একটি বাংলাদেশী বিয়ে খাবার অভিজ্ঞতা তার হয়েছে।Brandi决定进一步认识孟加拉国,还参加一场当地婚礼,她对于能造访「格拉明教育机构」(Grameen Shikhka)很兴奋,写下两篇相关文章:「无法忘记自己多么幸运」、「这里是格拉明,那里是格拉明,处处是格拉明」。
15তিনি গ্রামীন শিক্ষা পরিদর্শন নিয়ে খুবই খুবই উৎফুল্ল এবং সেটি তার দুটি ব্লগে লেখার মাধ্যমে প্রকাশ করেছেন - “আমি ভুলতে পারব না আমি কি পরিমানে আশীর্বাদ প্রাপ্ত” এবং “গ্রামীন এখানে, গ্রামীন সেখানে, গ্রামীন সবখানে“।
16টিম গ্রামীন শিক্ষা সম্পর্কে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং জানিয়েছেন কিভাবে শিশুরা তাদের জীবনধারণের জন্যে কাজ করার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে:
17গতকাল এবং আজ আমরা গ্রামীন শিক্ষা নামে একটি স্কুলের প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম।
18এটি বস্তির ছেলে মেয়েদের জন্যে গ্রামীনের একটি অপ্রাতিষ্ঠানিক স্কুল শিক্ষা কার্যক্রম যা তাদের নূন্যতম শিক্ষা নিশ্চিত করে (বাংলা, ইংরেজী, গণিত, সামাজিক বিজ্ঞান এবং পরিবেশ) যাতে তারা যখন বড় হবে, তাদের কাজের সুযোগ বাড়ে।
19এই শিক্ষা ছাড়া হয়ত এইসব শিশুদের শিক্ষার তেমন সুযোগ নেই। [..]
20স্কুল বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলে। এই সময়ের বাইরে, সব শিশুরাই কাজ করে।Tim说明何谓「格拉明教育机构」,如何让孩子工作维持生计的同时,也能受教育:
21অনেকের ভোরে উঠতে হয় (৬টার দিকে) এবং এই অঞ্চলে তাদের পারিবারিক ব্যবসায় (বেশীরভাগই সেলাই কাজ) হাত লাগাতে হয়। ক্লাসের পরে তারা কাজ করতে ফিরে যায় এবং রাত দশটা পর্যন্ত অনেকদিন কাজ করে।昨天和今天,我们访视「格拉明教育机构」,这是个供贫民窟孩童学习的非正式学校,也是另一项格拉明银行的计划,希望提供英文、孟加拉国文、数学、社会科学及环境等基础教育,让他们长大后璔加就业机会,若无这项计划,这些孩子很可能没有任何教育机会。[ …]
22তাদের কাজ করতে হয় কারন তাদের পরিবারের তাদের আয় দরকার হয়। বস্তিবাসীদের আয় খুবই কম (৪ ডলার থেকে ১১ ডলার পর্যন্ত এইসব শিশুদের কথা অনুযায়ী) এবং তাদের সন্তানদের সাহায্যের প্রয়োজন হয়। [..]学校每天上课时间为下午两点到五点,其他时间里,孩子都得工作,许多孩童早起(大约六点)从事家族工作(多为缝纫),放学后回家继续工作至晚上十点以后,贫民窟家庭需要孩子一同工作,据孩子所言,家里每天收入约4美元至11美元,需要孩子一起帮忙。[ …]
23এইসব ছেলেমেয়েরা সপ্তাহে প্রায় ছয়দিনই একইভাবে কাজ করে।这些孩子每周工作六天,我以后绝不再抱怨工作量太大…各位能想像没有时间玩耍的童年吗?
24আমি এরপর কখনই আমার কাজের ভার নিয়ে অনুযোগ করব না.. ভাবতে পারেন যে তারা শিশু হিসেবে খেলার কোন সময় পায় না?Grameen Shakti,孟加拉国乡村太阳能电力系统,照片来自Flickr用户Marufish,依据创用CC BY-SA授权使用
25গ্রামীন শক্তি, গ্রামের জন্যে সৌর শক্তিতে চলা বিদ্যুৎ সিস্টেম। ছবি ফ্লিকার ব্যাবহারকারী মারুফিশের সৌজন্যে।Lynne也写下几篇文章,如「格拉明渔业、达能与眼科」、「贫是贫、笑是笑」,她也对当地民众友善态度印象深刻。
26সিসি বাই-এসএ লিন তার ব্লগে লিখেছেন ‘গ্রামীন ফিশারিজ', ‘ড্যানোন এবং চক্ষু সেবা' আর ‘দারিদ্র্য হচ্ছে দারিদ্র্য এবং হাসি হচ্ছে হাসি‘ শিরোনামে।Tori Ames在文章里张贴许多照片,例如格拉明渔业、社会企业、街童、公立小学等,她提到:
27তিনি বাংলাদেশীদের আতিথেয়তা নিয়ে মুগ্ধ।我很爱孟加拉国和它的美,从文章里,各位应该都能感受到。
28টোরি আমেস তার পোস্টের জন্যে অনেক ছবি তুলেছেন, উদাহরণস্বরূপ গ্রামীন ফিশারিজ, সোশ্যাল বিজনেস, রাস্তার শিশু এবং সরকারী একটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ছবি।
29তিনি লিখছেন:Brandi在最后一篇文章写道:
30আমি সত্যি বাংলাদেশকে এবং এর সৌন্দর্যকে ভালবাসি। আমি নিশ্চিত যে আপনারা আমার পোস্টের ছবিগুলো দেখে তা বলতে পারবেন।今天是待在孟加拉国的最后一日,我不敢相信这趟旅程即将告终,我很享受学习格拉明银行及孟加拉国的一切,我会很想念这个国家,我希望自己已留下足够的文字和照片,也深深记住这一切,不让我在这里所爱的一切离开我。
31ব্র্যান্ডি তার শেষ পোস্টে লিখছেন:如欲瞭解格拉明银行及孟加拉国,请浏览北肯塔基大学学生博客。
32আজকে বাংলাদেশে আমার শেষ দিন এবং আমি বিশ্বাস করতে পারছি না যে এই ভ্রমণ শেষ হয়ে যাচ্ছে।校对:Soup
33আমার সত্যিই খুবই সুন্দর একটি সময় কেটেছে গ্রামীন ব্যাংক এবং বাংলাদেশ সম্পর্কে জানতে।
34আমার এই দেশটির অনেক কিছুই ভুলতে চাই না, তাই আশা করি আমি অনেক কিছুই লিখে গেছি, পর্যাপ্ত ছবি তুলেছি, এবং অনেক কিছু স্মৃতিতে নিয়েছি যাতে আমার ভালবাসা হারিয়ে না যায়।
35গ্রামীন ব্যাংক ও বাংলাদেশ সম্পর্কে আরও কিছু জানতে এনকেইউ ছাত্রছাত্রীদের ব্লগগুলো পড়ুন।