# | ben | zhs |
---|
1 | বাহরাইনঃ কার্বন মনোক্সাইড- নিরব ঘাতক গ্যারেজের মধ্যে গাড়ীতে এক দম্পতি বসে আছেন। | 巴林:隐形杀手,谈一氧化碳中毒 |
2 | এয়ার কন্ডিশনার চলছে। তাদের মধ্যে একজন মারা গেল। | 一对情侣被人发现留在车库里空调运作的汽车上,其中一名已死亡。 |
3 | এই গল্পটি বাহরাইনী ব্লগার ড. হাইতাম সালমান আমাদেরকে জানাচ্ছেন (আরবী ভাষায়) এবং সাথে সাথে তিনি জানিয়েছেন এটা কি করে হয়েছে আর কি করে তা এড়ানো যায়। | 这是巴林博客 Dr Haitham Salman 最近所记述的一个真实事件[Ar],Dr. |
4 | ড. সালমান আমেরিকার মিশিগানে থেকে লিখেছেনঃ | Salman 并解释一氧化碳中毒发生缘由,以及如何事前预防。 |
5 | কয়েকদিন আগে সংবাদপত্রে খবর এসেছে যে ২০ বছরের এক যুবক গাড়ীর মধ্যে দম বন্ধ হয়ে মারা আর মেয়েটা কার্বন মনোক্সাইড বিষক্রিয়া থেকে বেচে গেছে। | Dr Haitham Salman居住美国密西根,他说: |
6 | তারা দুইজন একটা বন্ধ গ্যারেজে এয়ার কান্ডিশনার চালিয়ে গাড়ীর মধ্যে বসে ছিল। | 几天前,报纸上报导了一篇廿来歳年轻人的故事,他因缺氧致死,而同伴的女子则幸运地逃过一劫。 |
7 | এটা নিয়ে কেউ চিন্তা করে নি যেহেতু সংবাদপত্রে কেউ এটা নিয়ে লেখেনি যদিও আগে এভাবে লোকে মারা গেছে। | 他们当时都在密闭车库里,而车上正开着空调。 |
8 | এই ধরনের ঘটনার পর কষ্ট, হতাশা, নিরবতা, স্ক্যান্ডাল ইত্যাদি প্রশ্ন মানুষের ভেতরে জাগে এবং ফিসফিস করে এসব নিয়ে গুজব ছড়াতে থাকে। | 因为没有专栏作 家撰写出此一事件,这篇新闻自然没引起任何注意。 |
9 | এই ধরনের ঘটনা যাতে না হয় এই জন্য তিনি মনে করেন যে সচেতনতা বাড়ানো দরকার। | 但事实上,类似的意外早已不是第一次发生。 |
10 | আমার মতে সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে আমাদের সচেতনতা জাগাতে হবে কার্বন মনোক্সাইড যে নীরব ঘাতক তা সম্বন্ধে। | 这样的悲剧意外,总是让人们私语的交流里混杂着伤痛、失落、缄 默丑闻等种种情绪。 |
11 | এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যা হেলাফেলা করা উচিত না। | 要避免再一次悲剧最好的方法,就是提高民众正确意识与警觉。 |
12 | যদি আমরা তা করি তাহলে এমন ঘটনা আবার হবে। | 我们有责任警告社会大众一氧化碳中毒的危险,特别是针对年轻族群,我们必须提高他们对于这种隐形杀手的认识。 |
13 | আমার মনে হয় যে এমন বিষয় ড্রাইভারদের (লাইসেন্সের জন্যে) পরীক্ষার অংশ হওয়া উচিত। | 这是一个不容轻易略过的重要议题,如果我们默不作声,类似的悲剧将会再次上演。 |
14 | চিকিৎসক হিসাবে ড. | 我甚至主张,应将相关的知识纳入驾照考试范围。 |
15 | সালমান এই বিষাক্ত গ্যাস সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন। তিনি বলেনঃ | 身为一名专业医师,Dr. |
16 | এই বিষাক্ত গ্যাসের বৈশিষ্ট হলো যে এটা ধীরে ধীরে কোন গন্ধ, স্বাদ ছাড়া বের হয় আর এত কোন অসস্তিও হয়না। | Salman 分享了一氧化碳的相关资料,他解释: |
17 | এটি রক্তের হিমোগ্লোবিনকে আক্রমন করে শরীরে অক্সিজেন প্রবেশকে থামায়। | 这类毒性气体的特征是:其变化莫测的毒气缓缓渗漏,无臭无味或刺激感。 |
18 | অক্সিজেনের অভাবে লোকে দ্রুত শ্বাস নিতে থাকে এবং এই গ্যাস শরীরে বেশি পরিমানে প্রবেশ করে। ফলে বিষক্রিয়া আরও বেড়ে যায় আর অক্সিজেনের অভাব আরও বাড়ে। | 由于一氧化碳比氧气更容易与血红素结合,血红素被它“占领”之后,便无法运送氧气,使得体内的氧气输送停止;又因为吸不进氧气,呼吸次数更加频繁,反而提高一氧化碳的吸入。 |
19 | মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মানুষ জ্ঞান হারায় আর তার ফলে মৃত্যুর হাত থেকে বাঁচার সম্ভাবনা শেষ হয়ে যায়। | 如此恶性的循环下,只会吸入更多毒气,大量降低血液含氧量。 |
20 | - আমিরা আল হুসাইনি | 特别是脑部的缺氧会造成失去意识,让人们因而错失了求救的机会。 |