Sentence alignment for gv-ben-20100222-9699.xml (html) - gv-zhs-20100225-4728.xml (html)

#benzhs
1হন্ডুরাস: স্থানীয় পর্যটন শিল্পকে সহায়তা করা宏都拉斯:声援本地旅游业
2হন্ডুরাসের গায়ক-গীতিকার এবং ব্লগার, গুইলেয়ারমো এন্ডারসন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, স্থানীয় পর্যটন ব্যবস্থার বিকাশ দেশটিকে সাহায্য করতে পারে।
3তিনি সম্প্রতি তার ব্লগে একটি লেখা পোস্ট করেছেন, যার শিরোনাম “ এইখানে এই ছোট্ট হোটেল”।
4এই লেখাটি তার অনুমতিক্রমে ছাপানো হয়েছে, এই কারণে যে “এটি আমাদের দেশের সুগন্ধ ও সৌন্দর্যের প্রেক্ষাপটে দেশটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।
5এই ঘটনায় বিশ্বাস করা হয়, এর ফলে দেশের সকল সম্প্রদায় সুবিধা লাভ করবে। এটি আমাদের জন্য এই বিশ্বাস এবং আত্মবিশ্বাস তৈরি করে যে ভবিষ্যৎ-এ, বিদেশের জন্য স্বদেশ ত্যাগ না করে, এদেশে আমরা সাফল্য লাভ করতে পারি”।宏都拉斯歌手、作曲人、博客Guillermo Anderson深信,国内观光业有助于国家发展,近期他在博客上发表名为「有间小旅馆」,经许可后引用,认为「若要创造此种观光业,必须得相信我国的本质与美丽,要相信各个族群均可受惠,对宏国人民的成功条件有信心,不需让外国决定我们的未来」。
6ছবি জোসে লুইস ডুরানের তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।
7এন্ডারসনের বন্ধুরা দেশটির পর্যটন শিল্পের সাথে জড়িত।照片来自Jose Luis Duron,依据创用CC授权使用
8তবে তারা বড় আকারের কোন প্রতিষ্ঠানের হয়ে এই শিল্পের সাথে জড়িত নন, তার বদলে তারা ছোট ছোট ব্যবসা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
9এখানে এন্ডারসন তাদের কাজের ধরণ বর্ণনা করেছেন: তারা নিজেরাই তাদের গ্রাহকদের ফোনের উত্তর দেয়, পর্যটনের জন্য বই তৈরি করে।Guillermo Anderson有些朋友从事国内观光业,但并未任职于大型连锁企业,而努力希望自行创业,他也描述这些人的工作:
10যখনই তারা কোন খদ্দেরের ডাক পায়, তখনই তারা নিজেদের ভ্যান গাড়ী নিজেরই চালিয়ে সেখানে হাজির হয়, যাবার সময় ব্যবসাটাকে দেখাশোনার জন্য তার অংশীদারকে রেখে যায়।
11তারা ব্যাক্তিগত পর্যায়ে এবং বন্ধুত্বপূর্ণ ভাবে পর্যটকদের সেবা প্রদান করে।
12তারা তিনটি ভাষায় কথা বলতে পারে এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি বুঝতে পারে।
13এমনকি চলার পথে মাঝে মাঝে তারা পৃথিবীর বিভিন্ন স্থানের নাম বলতে পারে।
14তারা ক্যানো নামের এক ধরনের নৌকা তাদের পিছে বহন করে আনে, বড় চওড়া বা ফোলানো নৌযান, তারা অনেক সময় সাথে কোন উঁচু স্থান এবং পাহাড়ে চড়ার যন্ত্রপাতি বয়ে আনে।
15তারা তাদের গ্রাহকদের জন্য ঠান্ডা বাক্সে (আইস কুলার) ফল নিয়ে আসে।
16এমনকি তারা এসবের সাথে মুখে এক টুকরো হাসি নিয়ে আসে এবং এসব ব্যক্তিরা পর্যটকদের সাথে সব সময় ভালো ব্যবহার করে, যে সমস্ত পর্যটক আমাদের উদ্ভিদ ও প্রাণীকুল ও চারপাশে যে সৌন্দর্যে ছড়িয়ে রয়েছে তাতে মুগ্ধ।
17হন্ডুরাসের পর্যটন শিল্প গড়ার বিষয়ে তিনি আরো কিছু বর্ণনা যোগ করেন: আমার কিছু বন্ধু রয়েছে যারা দেশের এক প্রান্তে বা কোন গ্রামে বাস করছে, তারা তাদের ঘরকে বিশ্বের সবচেয়ে সুন্দর রঙ্গিন এক হোটেল বা হোস্টেলে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করছে, যাতে তা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এক গৃহে পরিণত হয়।他们自己接电话、自己经营,无论何时接到来电,就会自己开着车出门,由合夥人帮忙顾店,他们为旅客提供私人且友善的服务, 他们通 晓三种语言,也瞭解本地历史文化,有时甚至知道沿路植物的名称及特性;他们为客人准备独木舟、充气橡皮艇、遮阳伞、登山装备、装满水果的冰桶等,在工作过 程里,他们时时面带微笑、保持友善态度,而观光客也为国内动植物及自然美景感到惊艳。
18যেন তারা জাদুকর, ঝুলে পড়া আঙ্গুরলতার চারপাশে পাথর সাজায় এবং গাছের কোন ডাল এবং ফুল, এর যেন জাদুর মত করে সুন্দর করে ঘর সাজিয়ে তৈরি করে।
19পুরোনো এক গাড়ির কাঠের চাকা যা প্রায় ক্ষয়ে যাবার জন্য পড়ে ছিল, তাকে সুন্দর এক টেবিলে পরিণত করা হয়েছে যার উপর এক সুগন্ধী কফি, যা মফঃস্বলের এক মহিলা কফি বীজকে কফির উপযুক্ত করেছে, সেই টেবিলে বসে কফিতে চুমুক দেওয়া।
20কোন এক শামুকের পুরোনো খোলস….他也进一步说明这些朋友如何建立宏都拉斯的观光业:
21মাটি খুঁড়ে বের করা পুরোন ক্যানো নামক নৌকা, যা সমুদ্রের তটে বালির নীচে চাপা পড়েছিল, ভুলে যাবার জন্য…. এবং পুরোনো এক মাটির পাত্র যার মধ্যে ক্রান্তীয় অঞ্চলের সুগন্ধ উপচে পড়ছে…এ সকল কিছু এক অবিশ্বাস্য সম্পদে পরিণত হয়, যা খুব কমই চোখে দেখা যায়।我有些朋友非常努力,将国内某些地区的小屋子,打造为世界上最吸引人的小旅馆及小民宿,彷佛魔术师一般,他们用藤蔓缠绕石 块、用 花朵点缀树干,呈现出最具创意的装饰品,原本快腐烂的旧车轮变成优雅咖啡桌,让人们能啜饮一杯当地女性烘焙煮成的美味咖啡;一颗蜗牛壳…一艘沙滩上遭 遗忘的老独木舟…在老陶壶上插满美丽热带花朵…都成为常人少见且难以想像的珍宝。
22তবে এন্ডারসন জানাচ্ছে যে অর্থনৈতিক মন্দা পর্যটন শিল্পে জড়িত থাকা বন্ধুদের উপর তীব্রভাবে প্রভাব ফেলেছে। পর্যটকদের অভাবে এ সমস্ত হোটেলের অনেকগুলো বন্ধ হয়ে গেছে।不过他也提到,经济危机重创他的朋友与旅游业,由于客源短缺,许多旅馆不得不歇业,不过部分旅馆业主因为有所牺牲,才能继续经营,这位博客直接向宏国读者喊话:
23তারপরেও এর অনেকগুলো খোলা ছিল, কিন্তু তার জন্য তার মালিককে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি হন্ডুরাসের পাঠকদের সাথে সরাসরি কথা বলেছেন:若有宏都拉斯民众在如此市道下,今年夏天仍考虑度个小假,我希望他们能参考我先前提到的地点,因为除了这些地点很迷人,这些地方都相信国家潜力、相信国内人民与文化,也是希望的微小庇护所。
24যদি এমন কোন হন্ডুরাসবাসী থেকে থাকে যে, এই অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই গ্রীষ্মে কোন সাধারণ এক পর্যটনে বের হতে চান, আমি তাদের সেই সমস্ত এলাকায় যাবার কথা বিবেচনা করার জন্য অনুরোধ করব, যা আমি উল্লেখ করেছি।
25কারণ সৌন্দর্য ছাড়াও বিশ্বাস করা হয় এসব এমন এলাকা যা অনেক সম্ভাবনাময়, যা আমাদের জনতা এবং সংস্কৃতিতে বিশ্বাস রাখে এবং যা আশার সামান্য এক বসতি।
26এন্ডারসন হন্ডুরাসবাসীদের ভূমিকার কথা সারসংক্ষেপ বলছেন, যাতে তারা নিশ্চিত করতে পারে, দেশটির যে সমস্ত এলাকা উপরে বর্ণনা করা হয়েছে, সেখানকার পর্যটন চালু থাকে এবং নাগরিকরা পুরো দেশটির সৌন্দর্য তুলে ধরতে পারে:
27আমরা আমাদের দেশের সবচেয়ে উৎসাহী প্রচারক, আমি চাইব যে সকলেই “লিটিল হোটেল বা ছোট্ট হোটেলের”-এর কথা সব জায়গায় কি ভাবে ছড়িয়ে দেওয়া যায় তার সম্বন্ধে চিন্তা করবে, যা হন্ডুরাসের এক কোণায় অবস্থিত, যেখানে আমাদের খুব ভালো ভাবে যত্ন নেওয়া হয় এবং যেখানে আমরা হন্ডুরাসের এমন খাবার খাই, যার স্বাদ এর আগে আমরা পাইনি।
28ছোট্ট আকারের যে সমস্ত পর্যটন ব্যবস্থা রয়েছে, তার কথা ছড়িয়ে দেওয়া যাক।他最后总结宏国民众能够扮演的角色,以确保上述地点能够继续开放,也能展现全国之美:
29সেখানে এক চমৎকার ব্যক্তি আমাদের বিস্ময়কর ঝর্ণা দেখাতে নিয়ে যাবে এবং আমাদের জানাবে সেখানকার নিজস্ব উদ্ভিদ ও প্রাণীজগত সম্বন্ধে। সেখানে আমরা এক ঐতিহ্যবাহী উৎসব দেখতে পাব, যা আমাদের সংস্কৃতিকে প্রশংসা করতে উৎসাহিত করবে।我们应该是我国最热情地宣传者,希望人人都能开始思考,如何让外界知道国内某些街角的「小旅馆」,让人们知道这些旅馆待客 的热 忱,以及哪些地方的美食前所未闻,帮助这些小旅行社宣传,让友善的导游带人们游历某座瀑布,告诉人们原生动植物的特色,透过传统节庆让人们更能够欣赏本地 文化,请各位造访并支持这些地方,在国家亟需爱的时候,这些都是展现爱的方式。
30চলনু আমরা এই সমস্ত এলাকা ভ্রমণ করি এবং তাদের সমর্থন করি।
31এটা হবে এমন একটা দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন, যা বর্তমানে দেশটির খুব প্রয়োজন। Email本文由Marco Cáceres将部分西班牙文内容译为英文
32লিখেছেনEduardo Avila অনুবাদ করেছেন বিজয়校对:Soup