Sentence alignment for gv-ben-20090428-2569.xml (html) - gv-zhs-20090421-2392.xml (html)

#benzhs
1ইরান: কূটনীতিকরা আহমাদিনেজাদের বক্তৃতার সময়ে বেরিয়ে গেছেন伊朗:总统演说,外交官离席
2ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আজকে (২০শে এপ্রিল, ২০০৯) আবার শিরোনামে এসেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠানরত বর্ণবাদ নিয়ে জাতিসংঘের কনফারেন্সে তিনি ইজরায়েলকে বর্ণবাদী দেশ হিসেবে বলেছেন।伊朗总统阿曼尼内贾德(Mahmoud Ahmadinejad)4月20日再度登上媒体头条消息[英文],他在瑞士日内瓦召开的联合国种族主义会议发表演说时,指称[英文]以色列是个「种族主义国家」,欧洲多国代表起身离席表达抗议。
3বেশ কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিরা আহমাদিনেজাদের এই কথার প্রতিবাদে কনফারেন্স থেকে বেরিয়ে যান।Jomhour转贴[英文]外交人员离席画面:
4জমহুর নীচের ভিডিও প্রকাশ করেছেন যা কূটনীতিকদের চলে যাওয়া দেখাচ্ছে:读者留言时想起,阿曼尼内贾德于2007年在美国纽约哥伦比亚大学演说[英文]的情况。
5মন্তব্যকারীরা এই ঘটনা আর ইরানী প্রেসিডেন্ট ২০০৭ সালে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে ভাষণ দিয়েছেন তার মধ্যে তুলনা করছেন।Ghommar认为[波斯文],伊朗人再度因为总统而在全球社会面前丢脸:
6ঘোম্মার বলেছেন যে বিশ্ব সম্প্রদায়ের সামনে তারা তাদের প্রেসিডেন্ট দ্বারা আবার অপমানিত হয়েছেন। তিনি লিখেছেন:当一位总统在本国内看到无数侵害人权案例,…女性连选择衣着的基本人权都遭到剥夺,监狱里满是政治犯及思想犯,…却联合国会员面前大谈种族主义与人权,实在是既荒谬又令人羞耻。
7এটা খুবই অদ্ভুত আর অপমানজনক যে একজন প্রেসিডেন্ট যিনি নিজের দেশে অনেক বেশী মানবাধিকার লঙ্ঘন দেখেন… যেখানে নারীরা একেবারে সাধারণ অধিকার যেমন তাদের নিজেদের পোশাক [পছন্দ করে] পরতে পারে না, আর জেল ভরে আছে রাজনৈতিক আর ভাবাদর্শের বন্দীতে …তিনি জাতিসঙ্ঘের অন্য সদস্য দেশের বর্ণবাদ আর মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন।
8জারেহবিন বলেছেন যে দৃশ্যে বিভিন্ন প্রতিনিধিরা কনফারেন্স থেকে বেরিয়ে যাচ্ছিলেন তা দেখিয়েছে যে বিশ্বে আমরা কত ঘৃণিত। “আমরা এতই হভাগা একটা জাতি যে এই অকর্মা এখন আমাদের প্রেসিডেন্ট [আহমাদিনেজাদ] …যখন একটা সরকার ইরানে বাহাইদের আর অন্যান্যদের দমন করছে তখন কি করে ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থনের নাটক করে।”Zarehbin指出[波斯文],多国外交官离席画面证明伊朗多么受到国际社会厌恶:「伊朗多么可怜,竟然让这种人当总统,…伊朗政府一方面迫害巴哈伊教徒(Bahá'í)及其它族群,同时却能支持巴勒斯坦人的权利。」