Sentence alignment for gv-ben-20100111-8590.xml (html) - gv-zhs-20100111-4457.xml (html)

#benzhs
1পশ্চিম সাহারা: ২০১০ সালের সাহারা ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানো
2বলা যায় আপনি তা হলে তালিকাটি তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, আপনার নতুন বছরে পরিকল্পনার তালিকা।西撒哈拉:2010年马拉松赛
3হয়তো সেই তালিকায় আপনি লিখেছেন যে, এ বছর আপনি প্রায়শ:ই শরীর চর্চা করতে বের হবেন।
4আপনি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লোকদের সাহায্য করতে চান, ভিন্ন এক দেশে ভ্রমণ করতে চান, আবার একই সাথে ভিন্ন সংস্কৃতির লোকদের সাথে সাক্ষাৎ করতে চান।
5যদি এর উত্তর হ্যাঁ হয়, তা হলে আপনি জেনে খুশি হবেন যে সাহারা ম্যারাথন ২০১০, এ বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে।
6সাহারা ম্যারাথন এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সাহারাউই জনগোষ্ঠীর প্রতি একাত্মতা প্রদর্শন করার জন্য অনুষ্ঠিত হয়। এ বছর এই অনুষ্ঠানটির দশ বছর পূর্ণ হবে।假设各位刚许下新年新希望,或许你盼望能多运动、想帮助世界其他人们、想到另一个国度旅行、想认识不同文化的朋友,若这些正是各位的愿望,那么各位肯定会想得知2010年2月22日将举办的「2010年撒哈拉马拉松赛」。
7পশ্চিম সাহারার মরুভূমিতে বিশটি ভিন্ন ভিন্ন জাতির লোকজন তীব্র এক প্রতিযোগিতার মুখোমুখি হবে। এটি তারা করবে উদ্বাস্তু শিবিরে বাস করা সাহারাউইদের সাহায্য করার জন্য।撒哈拉马拉松赛为一国际体育赛事,希望展现与西撒哈拉民众团结一心,今年活动迈入第十年,来自20个国家的选手将面对西撒哈拉沙漠的艰困挑战,同时帮助难民营内的西撒哈拉居民。
8দৌড়ানোর জুতোর সারি, ছবি জোশিয়া ম্যাকেঞ্জির তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে
9এই বছর ম্যারাথন হবে ডাকলা শিবিরে এবং অনেক সাহারাউই ব্লগ এই অনুষ্ঠানের ঘোষণা ও প্রচারণা করছে।运动鞋照片来自Flickr用户Josiah Mckenzie,依据创用CC授权使用
10স্প্যানিশ ভাষার ব্লগ টডোস কন এল সাহারা, সাহারা ডিপোর্টেস এবং ব্লগ ডে মনটানা এই বিষয় সম্বন্ধে লিখেছে। এ ছাড়াও এই বিষয় সম্বন্ধে আপনি ইংরেজী ভাষায় তথ্য জানতে পারবেন এই ব্লগের নিজস্ব সাইট ও ইউসেকেরায়, সেখানে আপনি একটি ব্লগ পাবেন যা এই বিষয়ের উপর উৎসর্গ করা হয়েছে।今年马拉松路线将行经Dakla难民营,许多西撒哈拉博客都公告并宣传此事,包括Todos con el Sahara、Sahara Deportes、Blog de Montaña等西班牙文博客都提到此事,官方网站亦有相关英文讯息,euskera则是专为此事设置的博客。
11কন এল সাহারা ব্লগ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করছে:Con el Sahara说明活动目的:
12অংশগ্রহণকারীদের প্রদান করা দাতব্য অর্থ এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগ্রহ করা অর্থ এই উদ্বাস্তু শিবিরের মানবিক সাহায্য প্রকল্পে প্রদান করা হবে।
13সাহারা ম্যারাথন, ছবি আব্রিলুরয়ুর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।
14গতবছর, কিলোমেট্রোসিসুয়েনোস সাহারা ম্যারাথনে অংশগ্রহণ করেছিল এবং তার উদ্দীপনামূলক অভিজ্ঞতা আপনাকে এই দৌড়ে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করবে:
15আমি যে কোন দৌড়বিদকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলছি। মরুভূমির মধ্যে দৌড়ানো এক বিস্ময়কর অভিজ্ঞতা।无论是参赛者捐款,或是向个人及机构募得的款项,都将用在难民营人道援助计划中。
16এছাড়া এখানে বিভিন্ন দুরত্বের দৌড় রয়েছে: ৫,১০,২১, এবং ৪২ কিলোমিটারের দৌড়।撒哈拉马拉松赛照片来自Flickr用户aabrilru,依据创用CC授权使用
17এ রকম এক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবার ক্ষেত্রে কোন অজুহাত নেই!!!去年Kilometrosysueños参与马拉松赛,希望他的美好经验能吸引各位报名:
18যদি আপনি কোন কারণে এই প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন, তা হলে আপনার জন্য দ্বিতীয় এক সুযোগ রয়েছে। এর নাম সাহারা বাইক রেস বা সাহারা মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা।我向所有热爱赛跑者大力推荐这项赛事,在沙漠中奔跑的经验很美妙,而且还有5公里、10公里、21公里、42公里的赛程供各位选择,你没有理由不参加!
19এটি এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। একটি ব্লগ এই অনুষ্ঠানটির সম্বন্ধে বেশ কয়েকটি ভাষায় প্রচারণা চালাচ্ছে।若各位来不及报名,也可以选择四月举行的「撒哈拉自行车赛」,比赛博客也提供西班牙文、法文、英文、义大利文版资讯。
20ভাষাগুলো হল: স্প্যানিশ, ফরাসী, ইংরেজী এবং ইতালী। অনেক সাহারাউই ব্যক্তি বিগত ৩০ বছর ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে।许多西撒哈拉民众已沦为难民长达30年,完全仰赖有限援助及政治领袖努力,且世界多数地区都对他们漠不关心;其中三分之一的难民为孩童。
21তারা, সীমাবদ্ধ সাহায্য এবং নেতাদের প্রচণ্ড চেষ্টার উপর টিকে আছে এবং তারা তাদেরকে নিয়ে বাকী বিশ্বের মানুষদের উদ্বিগ্নতার অভাবকে মোকাবেলা করছে।
22এই সব উদ্বাস্তুর এক তৃতীয়াংশই শিশু। এমনকি ম্যারাথন দৌড় এবং সাইকেল চালনার মত উপরের ঘটনা বর্ণনা করছে যে, এ সবের উদ্দেশ্য তহবিল সংগ্রহ।上述马拉松赛或自行车赛等活动希望能藉此募款、帮助他们发展小型计划、向世人展现此地独特又丰富的文化,也呈现这个国家求生的困境。
23যেন এর মাধ্যমে ক্ষুদ্র কিছু প্রকল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হয়।校对:Soup
24কিন্তু একই সাথে এর উদ্দেশ্য এক আলাদা এবং সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো।
25তবে একই সাথে এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য, একটি জাতি হিসেবে টিকে থাকতে গিয়ে সাহারাউই জনগোষ্ঠী যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তা সবার সামনে তুলে ধরা।