Sentence alignment for gv-ben-20100217-9588.xml (html) - gv-zhs-20100218-4691.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র, কিউবা : কিউবান-আমেরিকান কংগ্রেস সদস্য তার অবসরের কথা ঘোষণা করলেন美国:古巴裔国会议员宣布退休
2ওবামা প্রশাসনের প্রথম এক বছর অনেকগুলো অর্জনের মধ্যে এটি একটি, খুব সুক্ষ ভাবে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কের অগ্রগতি হয়েছে।
3তারপরেও বলা যায়, ছোট ছোট নীতির পরিবর্তন, আচরণের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে যখন কিউবা-আমেরিকার সম্পর্ক এবং ভোটের বিষয়টি এর মধ্য দিয়ে উঠে আসে।
4সম্প্রতি মিয়ামি এবং কিউবার ব্লগারদের মধ্যে এক গুঞ্জন শুরু হয়, যখন তারা সংবাদ পায় যুক্তরাষ্ট্রের এক সংসদ লিঙ্কন ডিয়াজ-বালারাট আর নির্বাচনে অংশ নেবেন না।
5সামনের শরৎ -এ এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ডিয়াজ-বালারাট বিপাবলিকান দলের এক সংসদ সদস্য।一如美国欧巴马政府执政一年来的许多成果,美国与古巴关系进展相当微妙,不过政策的一小步,或许代表行为的一大步,尤其涉及古巴裔美国人及选票时更是如此。
6তিনি কিউবার বিরুদ্ধে বাণিজ্য অবরোধ আরোপের একজন গোঁড়া সমর্থক ছিলেন এবং বিষয়টিকে সঙ্কলিত করেন। পদ থেকে পদত্যাগ করার সময় প্রদত্ত ভাষণে তিনি অবরোধ আরোপের ক্ষেত্রে তার ভূমিকার কথা তুলে ধরার সুযোগ গ্রহণ করেন।美国迈阿密与古巴博客都在讨论,美国众议员巴拉特(Lincoln Diaz-Balart)今年秋天不会竞选连任,共和党籍的巴拉特始终强烈支持对古巴实施禁运,他也利用告别演说,再次强调他在拟定禁运令时的角色。
7সংসদে হাউস রুল কমিটির পুরোনো সদস্য এবং আইন এবং বাজেট প্রক্রিয়ার জন্য তৈরি করা উপকমিটির পদস্থ সদস্য এবং একই সাথে ফ্লোরিডার সংসদীয় প্রতিনিধিদের অন্যতম -চেয়ারম্যান ডিয়াজ বালারাটের অনুপস্থিতির বিষয়টি অবশ্যই সংসদে অনুভূত হবে।
8ডিয়াজ বালারাটের এলাকা সম্বন্ধে (২১ তম সংসদীয় এলাকা) এক চমৎকার লেখা প্রকাশ করা হয়েছে।
9ব্লু ইন মিয়ামি জানাচ্ছে, অবসরে যাওয়া এই কংগ্রেস সদস্যরা ভাই, খালি হয়ে যাওয়া পদটির জন্য লড়াই করবেন। তার ভাই ২৫ তম এলাকার সংসদ সদস্য।他身为众议院法规委员会资深议员、立法与预算程序次委员会副主席、佛罗里达州国会代表团共同主席,退休决定必然会带来影响。
10এটা নিশ্চিত করা হয়েছে, সে তার নিজের এলাকা ছেড়ে ভাইয়ের এলাকায় নির্বাচন করবে। তারা লিখেছে “ আমি সাধারণত মনে করি, যে নির্বাচনী এলাকার কেউ প্রতিনিধিত্ব করে, সেখান থেকে পুনরায় নির্বাচনী লড়াই-এ অংশ নেওয়া স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে যখন কেউ কোন বিরোধিতা ছাড়াই সে নির্বাচনে লড়াই করার সুযোগ পেয়ে থাকে।对于巴拉特所属的第21选区,Blue in Miami整理当地目前各项报导,另提到巴拉特的弟弟也是议员,可能会离开原本的第25选区,转战巴拉特所留下的缺额,其中写道:「我原本总觉得,政治人物理应继续争取既有选区支持连任,尤其选区内似乎没有竞争对手,不过我想当民调数字开始下滑,或许也会改变政治人物的想法」。
11কিন্তু আমি মনে করি এটা সত্য নয়, বিশেষত যদি আপনার ভোট প্রাপ্তির বিষয়টি পরিষ্কার না হয়ে থাকে”। ২১ তম অঞ্চলটি রিপাবলিকানদের জন্য ২৫ তম এলাকার চেয়ে বেশি পছন্দের।相较于第25选区,共和党在第21选区较占优势,不过Blue in Miami也认为,民主党仍有机会抢攻这两席。
12কিন্তু ব্লু ইন মিয়ামি বলছে, ডেমোক্রেটদের এখন এই এলাকাটি নিজের করে নেবার ক্ষেত্রে এক সুযোগ তৈরি হয়েছে। “ জনসংখ্যাগতভাবে, এই এলাকাটি আর রিপাবলিকানদের জন্য নিরাপদ নয়,” এই কথাটি লিখেছেন ডাউন উইথ টাইরানি।Down With Tyranny指出,「就人口结构看来,共和党在此一选区已非十拿九稳」,国际通讯社路透社引述一位古巴裔美籍商人所言:「不少古巴裔美国人其实已用脚投票」,因为最近美国放宽古巴裔民众前往古巴的旅游限制,或许也会影响政治意向。
13বার্তা সংস্থা রয়টার কিউবান-আমেরিকান এক ব্যবসায়ীর কথা উদ্ধৃত করছে, যিনি বলছেন: “এখানে বেশ কিছু নির্দিষ্ট কিউবান-আমেরিকান রয়েছে যারা নিজেদের অবস্থানের উপর ভোট প্রদান করে” তিনি এই বিষয়টি উল্লেখ করেন, বর্তমানে যারা তাদের স্বদেশের সেই দ্বীপ রাষ্ট্রটিতে ফিরে যেতে চায়, সেই সব কিউবান-আমেরিকানদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা শিখিল করা হয়েছে।
14এটি তাদের রাজনীতির একটি বিষয়। ব্লগারস্ফেয়ার এই ঘটনাটাকে রাজনীতির সুবাতাস তৈরি হবার ইঙ্গিত বলে মনে করছে, পেনুলটিমোস ডিয়াসের এক মন্তব্যকারী বলছেন:博客认为巴拉特退休与政治风向有关,Penultimos Dias博客一则留言指出:
15“আমি বুঝতে পারছি না কেন আমাদের কংগ্রেসে দুটি ডিয়াজ-বালারাট লাগবে”।我始终不明白,为何需要两名巴拉特家族成员在国会里。
16হাভানা টাইমস এই সংবাদটিকে অবরোধ উঠিয়ে নেবার প্রতীক হিসেবে দেখছে। পত্রিকাটি লিখেছে: “যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার উপর বাণিজ্য অবরোধ আরোপের বিষয়টি টিকে আছে প্রায় অর্ধ শতাব্দী ধরে এবং এই অবরোধের একজন অন্যতম সমর্থক লম্বা সময় ধরে টিকে আছে।Havana Times则藉退休消息强调,禁运令已经落伍过时,其中写道:「美国以经济封锁古巴的手段已延续50年,而其中一大支持者巴拉特议员已于星期四宣布投降」。
17তিনি মিয়ামির রিপাবলিক দলীয় সংসদ সদস্য লিঙ্কন ডিয়াজ-বালারাট। তাকে বৃহস্পতিবার তোয়ালেতে মুড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়”।欧巴马所采取的每一小步,是否会让古巴裔美国人重新思考对经济封锁的态度,外界不得而知,但此次选情仍值得观察,以瞭解古巴裔选民是否开始有左倾趋势。
18ওবামা প্রশাসন এমন কোন পদক্ষেপ নিচ্ছে কি না যাতে কিউবান-আমেরিকানরা এই অবরোধ নিয়ে নতুন করে চিন্তা শুরু করতে পারে সেটি জানার কোন উপায় নেই।
19তবে, যদি কিউবান অভিবাসীরা নির্বাচনে তাদের অবস্থান পাল্টে ফেলে, তা হলে বিষয়টি বেশ কৌতূহলজনক হবে।校对:Soup