Sentence alignment for gv-ben-20080205-621.xml (html) - gv-zhs-20080203-930.xml (html)

#benzhs
1রাশিয়াঃ ভাসিলি আলেক্সানিয়ান俄罗斯:病囚的人权
2গত জানুয়ারি ৩০ তারিখে জেলে থাকা ইউকোস এর সাবেক প্রধান মিখাইল খদরকভস্কির উকিল রবার্ট আমস্টার্ডাম তার ব্লগে জানিয়েছেন যে তার মক্কেল অনশনে আছেন।
3জেলে থাকা আর একজন ইউকোস কর্মী ভাসিলি আলেক্সানিয়ান প্রতি ব্যবহারের প্রতিবাদ হিসেবে তার এই অনশন।
4ভাসিলি এইডস আর লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত কিন্তু তাকে জীবন রক্ষা কারী চিকিৎসা দেয়া হচ্ছে না।
5ফেব্রুয়ারি ২ তারিখে আমস্টার্ডাম ব্লগে লিখেছেন কেন বেশীর ভাগ আন্তর্জাতিক এন জি ও আর মানবাধিকার সংস্থা ভাসিলি আলেক্সানিয়ানের মৃত্যু প্রক্রিয়ার ব্যাপারে নীরব আছেন:
6কেন কেউ ক্রেমলিনের অবিচারের শিকার এই ভাগ্যহীন শিকারের পক্ষে কিছু বলছেন না? এই প্রশ্ন সাম্প্রতিক মেইল আর মন্তব্যে আমাকে করা হয়।1月30日,Yukos石油公司已入狱前老板Mikhail Khodokovsky的律师Robert Amsterdam在其部落格中声明,其委托人在狱中进行绝食,抗议狱方对待另一位Yukos主管Vasily Alexanyan的行径。
7আমার অবশ্য এ ব্যাপারে নিজস্ব মত আছে যা আমি নীচে বলছি, কিন্তু আমি অবশ্যই তাদের রাগ আর অবিশ্বাস ভাগ করে নিচ্ছি।
8বাস্তবতা বিবেচনা করেন: কোন অভিযোগ ছাড়া বিচার পূর্ববর্তী অবস্থায় দুই বছর ধরে তাকে আটকিয়ে রাখা হয়েছে, জরুরী চিকিৎসা দেয়া হয় নি তার অসুখের জন্য ( যা প্রতিপক্ষের আইনজীবি বেআইনী ভাবে মিডিয়াকে জানিয়ে দিয়েছিল এইচআইভি হিসেবে), আর তাকে চিকিৎসা তক্ষুনি দেয়া হয়েছে যখন সে মিখাইল খদরকভস্কি আর অন্যান্য ইউকুস বন্দীদের নামে মিথ্যা সাক্ষ্য দিত।
9এটি বলাই বাহুল্য যে রাশিয়ান ফেডারেশান ইউরোপিয়ান মানবাধিকার আদালতের তিনটি পৃথক আদেশ তাকে চিকিৎসা দেয়ার ব্যাপারে অবজ্ঞা করেছে।
10লোকটি মৃত্যুর মুখোমুখি কিন্তু জানুয়ারি ১৮ তারিখে স্বল্প প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা নোট ছাড়া উত্তর আমেরিকা আর ইউরোপে এটা নিয়ে কেউ কিছু প্রায় বলেই নি।
11রাশিয়ান ব্লগোস্ফিয়ারে লাইভজার্নাল ব্যবহারকারী রিকুশা একটি আন্দোলন শুরু করেছেন যেখানে সরকারি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের নাম আছে যারা আলেক্সানিয়ানের হত্যা প্রচেষ্টার ব্যাপারে কোন না কোনভাবে যুক্ত বলে বিশ্বাস করা হয়।
12এই ব্লগার লিখেছেন (রুশ ভাষায়): একদিন এই লিস্ট অবশ্যই কাজের বলে প্রমাণিত হবে।据称,Vasily Alexanyan因罹患爱滋病和淋巴癌将不久于世,不过狱方却拒绝为其进行拯救治疗。
13ফেব্রুয়ারি ১ এ নোভোপুশকিন্সকি স্কোয়ারে দুই শ'র মত লোক জড়ো হয়েছিল আলেক্সানিয়ানের সমর্থনে। রেলি থেকে এলজে ব্যবহারকারী এনএল আটটি ছবি আর এই সংক্ষিপ্ত রিপোর্ট পাঠিয়েছেন (রুশ ভাষায়):2月2日,Amsterdam在部落格中表示,为何多数国际非政府组织(NGOs)和人权团体都对“正在进行中的Vasily Alexanyan谋杀事件”默不吭声?:
14ইউনাইটেড সিভিল ফ্রন্ট, তরুন সংগঠন ওবোরোনা, জাতীয় বলশেভিক দল, আর চেচেন যুদ্ধ থামাও নামে যুদ্ধ বিরোধী দল তাদের পতাকা উঠিয়েছিল যা ভিড়ের ওপরে উড়ছিল। স্লোগান অনেক রকম ছিল যেমন, “রাজনৈতিক বন্দীদের মুক্তি দাও!”不过,在俄罗斯部落格圈,一个由LJ使用者rikusha发起的行动,把该国用各种方法“谋杀”Alexanyan的政府和执法官员姓名写出来,这位部落客写到(俄文):
15আর “এফ এস বি রাশিয়ার কলঙ্ক!” “ মেয়র ইইয়ুরি লুজকোভ ছাড়া মস্কো!”2月1日,在莫斯科有200多人到Novopushkinsky广场集会表达支持Alexanyan。
16আর “ আমরা তোমাদের শেখাবো কি করে সংবিধানকে ভালবাসতে হয়!”
17দেড় ঘন্টা ধরে রেলির পর ভিড় ভেঙ্গে যায়। [আটটি ছবি]LJ使用者nl张贴集会的8张照片和简单的报导(俄文):
18এখানে এনেল এর ফটো রিপোর্টে খদরকভস্কি আর আলেক্সানিয়ানের ব্যাপারে একটি কথোপকথন তুলে ধরা হলো:
19সেরগ্রাচাঃ আর উনি কে?
20আন্নুয়াক২০০৫: ( আলেক্সানিয়ান ব্যাপারে একটা রুশ ভাষার লিঙ্ক দিয়ে)
21আমি এখনো বুঝি না কিসের জন্য তার বিচার হচ্ছে।
22দাও_বি: তার বিচার হয় নি। বিচার কাজ শুরু হয় নি।下面是nl照片报导中关于Alexanyan和Khodokovsky的一些评论:
23দুই বছর তাকে বিচার পূর্ববর্তী সেন্টারে রাখা হয়েছে। তারা বারবার ব্যর্থ হচ্ছে তার কাছ থেকে খদরকভস্কির বিরুদ্ধে কোন সাক্ষ্য যোগাড় করতে।LJ使用者drugoi也贴了2月1日的集会,他的部落格(俄文,有8张照片和一段影片)至今已经有543篇评论留言。
24আন্নুয়াক২০০৫: খদরকভস্কির বিরুদ্ধে তাদের কি আরো সাক্ষ্য দরকার?
25সে তো জেলে , তাই না? হেরাল্ড: তার সাজার খুব বেশী বাকি নাই।尽管许多部落客表达对Alexanyan的敌意,但许多也对这样的态度感到震惊。
26তাই শাসকরা চাচ্ছে তাকে আর এক দফা জেলে পুরতে।
27এলজে ব্যবহারকারী দ্রুগিও ফেব্রুয়ারি ১ এর রেলিতে ছিলেন, আর তার ব্লগের লেখায় এ পর্যন্ত ৫৪৩ টি মন্তব্য পরেছে।
28কোন কোন ব্লগার আলেক্সানিয়ানের ব্যাপারে বিরূপ ভাব দেখিয়েছে, আর অনেকে এই ব্যবহারে অবাক হয়েছে।
29নীচে একটি সাধারণ কথোপকথন: লুসিড: ৬টি মন্তব্যের মধ্যে ৫ টা ঘৃণার।下面是一段标准的对话:
30(বোঝায়) কোন মাত্রায় আপনাদের মস্তিষ্ক পুতিন এর প্রোপাগান্ডায় ধোলাই হয়েছে।
31যারা মৃত্যুপথযাত্রীর দিকে তাকিয়ে হাসে তারা অমানুষ।
32বু_চ আরা: যারা প্রাকৃতিক সম্পদ লুটে বড়লোক হয় তারাও অমানুষ।
33কিন্তু তুমি যদি চুরি করো, তাহলে তোমাকে তৈরি থাকতে হবে যে দেরিতে হলেও তুমি ধরা পড়বে।