# | ben | zhs |
---|
1 | গ্লোবাল ভয়েসেসে ওমিদিয়ার নেটওয়ার্কের বিনিয়োগ সম্পর্কে ঘোষণা | 全球之声获Omidyar基金会投资 |
2 | আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ওমিদিয়ার নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসেস এর কাজের জন্য ১২ লক্ষ মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহায়তা ঘোষণা করেছে। ওমিদিয়ার নেটওয়ার্ক একটি দাতব্য সংস্থা যার প্রতিষ্ঠাতা ইবেইর (অনলাইন নিলাম সাইট) প্রতিষ্ঠাতা পিয়ের ওমিদিয়ার আর তার স্ত্রী প্যাম। | 很荣幸在此宣布,Omidyar Network决定投资全球之声120万美元,这是由eBay创办人Pierre Omidyar及妻子Pam成立的慈善基金会,希望透过「善用市场力量」增进民众生活,该组织过去已曾赞助全球之声推崇的多个团体,包括Wikimedia Foundation、Creative Commons、Ushahidi、WITNESS等,我们亦很荣幸与其他团体一同获奖,例如英国推动资讯透明团体MySociety及肯亚政治讽刺剧团The XYZ Show。 |
3 | এই সংস্থাটি ‘বাজারের শক্তিকে আহরণ করে' মানুষের জীবনের উন্নতির জন্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে। আমাদের পছন্দের বেশ কিছু সংস্থাকে ওমিদিইয়ার সমর্থন করেছে - উইকিমিডিয়া ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কমন্স, উশাহিদি, উইটনেস। | Omidyar基金会向来要求获奖者能保持财务稳定,全球之声亦将此列为组织优先事项,在该组织赞助之下,我们希望进一步藉由网络及电子邮件增加读者,仿效与路透社的合作经验,至少要增加五个新合作夥伴,并产制英文、西班牙文及法文原生内容。 |
4 | এবার আমরা বিশেষভাবে সম্মানিত এমন একটা ‘শ্রেনীর' কাতারে দাঁড়াতে পেরে যার মধ্যে আছে যুক্তরাজ্যে অবস্থিত জবাবদিহিতামূলক সংস্থা মাইসোসাইটি আর কেনিয়ার ব্যাঙ্গাত্মক রাজনৈতিক সমালোচক দল দ্যা এক্স ওয়াই জেড শো। | |
5 | জানা আছে যে ওমিদিইয়ার যাদের সহায়তা করে তাদেরকে অর্থনৈতিক স্থায়িত্বের দিকে ঠেলে দেয়, যে পথকে আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রাধান্য হিসাবে গণ্য করেছি। | |
6 | ওমিদিইয়ারের বিনিয়োগকে কাজে লাগাতে আমরা পরিকল্পনা করছি অনলাইন আর ইমেইলের মাধ্যমে আমাদের পাঠকের সংখ্যা বাড়াতে, অন্তত পাঁচজন নতুন পার্টনারের সাথে সিন্ডিকেট চুক্তিতে পৌঁছানো (যেমন আছে লা স্ট্যাম্পা আর রয়টারের সাথে) আর ইংরেজী ভাষার সাথে সাথে ফরাসী আর স্প্যানিশ ভাষাতেও আমাদের মূল সংবাদ প্রকাশ করা শুরু করা। | |
7 | ওমিদিয়ার থেকে অর্থ আসায় আমাদের যৌগিক আর আন্তর্জাতিক দলের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি সম্ভব হচ্ছে। গ্লোবাল ভয়েসেসের সম্পাদক আর সহযোগীরা এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রত্যেক মহাদেশে আছেন আর আমাদের ব্যবস্থাপনা দল বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। | 这笔奖助金亦帮助我们巩固组织必要基础,全球之声团队相当复杂,编辑及参与者遍及世界各大洲(南极除外),营运团队亦四散世界各地,虽然全 球之声仍维持网络组织的特性,没有任何实体办公室或据点,在彰显与分享全球公民的心声时,仍面临各种实质及行政难题,各位若曾参与非营利团体应会明白,行 政庶务向来是最难以募款的项目,故我们格外感谢Omidyar基金会同意投资全球之声整体,而不只是特定计划。 |
8 | যদিও আমরা নীতিগতভাবে চাই কোন অফিস বা ফাইলিং ক্যাবিনেট ছাড়া একটি অন্তর্জাল সংস্থা গড়ে তুলতে, বাস্তবে আমাদের অনেক প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হয়। | |
9 | এগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে আমরা নাগরিকদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরতে পারছি। যে কেউ এই ধরণের অলাভজনক স্থানে কাজ করলে বুঝতে পারবেন যে এই ধরনের কম আবেদনময়ী কাজের জন্য অর্থ যোগাড় করা সব থেকে কঠিন কাজ। | 我们对此消息备感兴奋,也将与Omidyar基金会资深投资主管Stephen King密切合作,全球之声今年度亦将新增两人进入董事会,包括Stephen King及另一位全球之声内部推派的代表,感谢Omidyar及所有赞助单位帮助我们继续走下去。 |
10 | আমরা বিশেষভাবে খুশি যে ওমিদিয়ার আমাদের সংস্থায় অর্থ সহায়তা দিচ্ছে সামগ্রিকভাবে - নির্দিষ্ট কোন প্রকল্পভিত্তিক না দিয়ে। | |
11 | এই নতুন খবরে আমরা খুব উত্তেজিত আর বিশেষ করে ওমিদিয়ার সংস্থায় আমাদের বন্ধুদের সাথে কাজ করতে পারার সম্ভাবনার করণেও, বিশেষ করে ওমিদিয়ারের ঊর্ধ্বতন বিনিয়োগ পরিচালক স্টিফেন কিং এর সাথে। | |
12 | এই বছরের শেষভাগে আমরা আমাদের বোর্ডে পরিচালক সংখ্যা দুই সদস্য বৃদ্ধি করব, যার মধ্যে আমাদের কর্মী হিসেবে স্টিফেন আর স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে একজন থাকবেন। | |
13 | ওমিদিয়ারকে ধন্যবাদ- আর আমাদের চমৎকার সব শুভানুধ্যায়ীদের- যারা এই কমিউনিটিকে চালাতে সহায়তা করছেন। | 校对:Soup |