# | ben | zhs |
---|
1 | ইউক্রেন: স্ট্যালিন চা এক বিতর্ক উসকে দিয়েছে | 乌克兰:史达林茶与怀旧争议 |
2 | সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে [ ইউক্রেনীয় ভাষায়], ৪৬ শতাংশ ইউক্রেনের নাগরিক সোভিয়েত শাসনামলের প্রতি স্মৃতিকাতর হয়ে পড়েন, তবে এদের বেশির ভাগই পেনশনভোগী নাগরিক, এবং তারা একই সাথে দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দা। | 依据近期民调,高达46%的乌克兰民众怀念苏联时期,其中多为退休人士,还有东部及南部居民;相较于此,西部民众与年轻人感受相同者分别只有18%及19%。 |
3 | এদিকে পশ্চিম ইউক্রেনের ১৮ শতাংশ বাসিন্দা এবং ১৯ শতাংশ তরুণ নাগরিক একই ধরনের আবেগকে ধারণ করে থাকে। অল্প সময় আগে শেষ হয়ে যাওয়া কমিউনিস্ট অতীতের প্রতি এ রকম ঝাপসা হয়ে টিকে থাকা মনোভাবের বিষয়টি বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুতকারীরা আগ্রহভরে গ্রহণ করেছে, যারা বছরের পর বছর ধরে তাদের পণ্যকে বাজারে বিক্রি করা জন্য সোভিয়েত আমলের প্রতীককে ব্যবহার করে আসছে। | 对于部分民众对共产主义时期难以忘怀,制造商也从中找到商机,多年来不断使用苏联象征做为产品行销手段,不过最近一种国内自制的茶却以苏联独裁者史达林(Joseph Stalin)为名,引起民众在網絡上热烈讨论,许多人认为广告商此次跨越了红线。 |
4 | তবে সম্প্রতি ইউক্রেনের নিজস্ব উৎপাদিত চায়ের প্রচারণার জন্য পণ্যের নাম সমালোচিত সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের নামে রাখা হয়, যা ইউক্রেনের নেট নাগরিকদের মাঝে এক উত্তপ্ত আলোচনার সৃষ্টি করে, যাদের অনেকে মনে করে যে এবার এই পণ্যের বিপণন ব্যবস্থাপকেরা সীমা পার করে ফেলেছে। | |
5 | ফ্রেব্রুয়ারি মাসে, দিনোপ্রোপেট্রোভস্ক শহরের ইন্টারেনট ফোরাম ব্যবহারকারী ভোতোরই বিলবোর্ড বিজ্ঞাপনের বেশ কিছু ছবি প্রদর্শন করছে, যা “স্ট্যালিন” নামক চায়ের বিজ্ঞাপন। | Dnipropetrovsk地区網絡论坛用户Vtoroy在二月张贴多幅照片,拍下一个看板宣传“史达林茶”,他指出: |
6 | সে এখানে এই কথাগুলো লিখেছে [রুশ ভাষায়]: | 这是我头一次看见户外看板上出现史达林肖像。 |
7 | এই প্রথম আমি [বাইরে এক বিজ্ঞাপন] দেখতে পেলাম, কোথাও স্ট্যালিনের সত্যিকারের ছবি ব্যবহার করা হয়েছে। তবে কয়েকজন ব্লগার খেয়াল করেছেন যে এই পণ্যটি তিন বছর ধরে মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। | 不过有些博客指出,该品牌其实过去三年都断断续续在市面上曝光,sparrow_hawk于2008年首次见到这项产品时提到: |
8 | ২০০৮ সালে যখন প্রথম এই পণ্যটি দেখা যায়, তখন এলজে ব্যবহারকারী স্প্যারো_হক এই কথাগুলো লিখেছিল [ইউক্রেনের ভাষায়]: যে ভাবে এটি ফেনিয়ে ওঠে: রক্তে গরম করে তোলে, এবং প্রচণ্ডভাবে | 冲泡方式:用血,口感浓烈。 |
9 | এলজে ব্যবহারকারী বুলাভেক, ডোনেৎস্ক এলজে কমিউনিটিতে একটি স্টোরের তাকে রাখা স্ট্যালিন চা-এর ছবি পোস্ট করেছে এবং লিখেছে [ইউক্রেনীয় ভাষায়] যে ২০০৯ সাল থেকে আবার তা ডোনেৎস্ক এবং দিনোপ্রোপেট্রোভস্ক-এ, এই চায়ের বিক্রি শুরু হয়েছে। সে সময় ক্রিমিয়ার এলজে ব্যবহারকারী তামিলা তাসেভা (তামিলা_তাসেভা) লিখেছিল [ইউক্রেনীয় ভাষায়] যে তার এলাকায় এই চা দেখতে পাওয়া যাচ্ছে না: | bulavec在Donetsk網絡社群里,刊登一张史达林茶在货架上的照片,他表示,这项产品自2009年起,便已在Donetsk和Dnipropetrovsk两地发售;大约在同一时间,Crimea地区的Tamila Tasheva(tamila_tasheva)也在当地看到该产品。 |
10 | দৃশ্যত, এ বছর “স্ট্যালিন” চা আবার ইউক্রেনের বাজারে ফিরে এসেছে। কয়েকদিন আগে ফেসবুক ব্যবহারকারী ফাদার নিকোনার স্কিপিন এই চায়ের বিজ্ঞাপনের বিলবোর্ডের আরেকটি ছবি আমাদের প্রদর্শন করে, যে ছবিটি সম্প্রতি দিনোপ্রোপেট্রোভস্ক এলাকা থেকে নেওয়া হয়েছে: | 今年史达林茶显然又在乌克兰卷土重来,几天前,Father Nikanor Skipin也提供另一张最近在Dnipropetrovsk地区拍摄的产品看板: |
11 | ইউক্রেনের দিনোপ্রোপেট্রোভস্ক-এ, স্ট্যালিন চায়ের বিজ্ঞাপন। ছবি নিকানোর স্কিপিন-এর। | 树立在乌克兰Dnipropetrovsk地区的史达林茶广告,照片由Nikanor Skipin拍摄 |
12 | এই ছবির নীচে, সে নীচের প্রশ্নটি পোস্ট করেছে [ইউক্রেনীয় ভাষায়]: | 他也同时提出一个问题: |
13 | কি ভাবে আপনারা এই ধরনের নির্বুদ্ধিতা পছন্দ করেন??? | 各位对这件蠢事有何看法? |
14 | ব্যবহারকারী ত্যায়াখোলাজ ইগোর একমত [ইউক্রেনীয় ভাষায়]: নির্বোধ… | Tykholaz Igor觉得: |
15 | ব্যবহারকারী ভ্লাদ পুপিয়েচ লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]: | 胡闹… |
16 | [আমি] শঙ্কিত, যে আমি হয়ত বিষাক্রান্ত হতে পারি। ব্যবহারকারী আলিনা লুকাশেভিচ লিখেছে [রুশ ভাষায়]: | Alina Lukashevich认为: |
17 | এই পণ্য প্রস্তুতকারীরা উত্তম রসিক))) | 制造商的幽默感真好。 |
18 | এছাড়াও ব্যবহারকারী সের্গে বাচা মন্তব্য করেছে [রুশ ভাষায়]: | Sergey Bacha写道: |
19 | যে কোন ভাবেই হোক, এই চা [বয়স্ক] নাগরিকদের জন্য, যে কারণে তারা এর প্রতীক হিসেবে স্ট্যালিনের ছবি বেছে নিয়েছে […][…] | 这种茶是以老年人为客群,所以才会拿史达林的肖像当宣传。[ …] |
20 | ব্যবহারকারী ভ্যালেরি কোলাসিইয়ুক এর জবাব দিয়েছেন [ইউক্রেনীয় ভাষায়]: | Valeriy Kolosyuk回应: |
21 | আমার দাদির বয়স ৮৯ বছর। আমি দেখিনি যে সে কখনো স্ট্যালিনের প্রতি সহানুভূতিশীল ছিল। | 我的祖母将近89岁,也没看过她怀念史达林。 |
22 | বেলারুশের একজন ফেসবুক ব্যবহারকারী, এলেস রেজনিকভ লিখেছে [বেলারুশের ভাষায়]: | 来自白俄罗斯的Ales Reznikov表示: |
23 | এই বিষয়টি বেলারুশের নাগরিকদের তেমন বিস্মিত করেনি। | 这在白俄罗斯人眼中并不值得惊奇。 |
24 | সোভিয়েত উত্তর যুগে আরেকটি দেশে বিপণনের জন্য স্ট্যালিনের ছবি ব্যবহার করা হয়, তার উদাহরণ আমাদের সামনে তুলে ধরে কিয়েভ ভিত্তিক এলজে ব্যবহারকারী এবং ফটোগ্রাফার বোগা৪ ২০১০ -এর কিছু ছবি পোস্ট করেছে। | |
25 | এই ছবিগুলো হচ্ছে মদের বোতলের যেগুলো জর্জিয়ার এক উপহারের দোকান থেকে নেওয়া। [জর্জিয়া জোসেফ স্ট্যালিনের জন্মভূমি] | 摄影师boga4现居乌克兰首都,他提供另一个藉史达林宣传的案例,他在2010年于乔治亚(史达林出生地)的纪念品店拍到一瓶酒的照片。 |
26 | জর্জিয়ার এক উপহারের দোকানে স্ট্যালিন নামক মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে। ছবি এলজে ব্যবহারকারী বোগা৪-এর। | 乔治亚纪念品店的史达林酒,照片由boga4拍摄 |
27 | যদিও ২০০৭ সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ুশচেঙ্কো হলোডোমোর (১৯৩২-৩৩ সালে সংঘটিত ইউক্রেনের কৃত্রিম দুর্ভিক্ষের নাম)-এর জন্য যারা দায়ী তাদের সকল প্রতীক এবং মূর্তি নিষিদ্ধ করার এক আদেশ জারি করে (এই আদেশের মধ্যে সকল সোভিয়েত নেতা অর্ন্তভুক্ত রয়েছে), তবে এই নির্দেশ খুব কমই পালন করা হয়। ২০১০ সালের জাপোরিঝাঝিয়ায় স্ট্যালিনের মূর্তি ভাঙ্গার দায়ে তরুণ একটিভিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিচার করা হয়, এই বাস্তবতা বর্তমান প্রশাসনের মনোভাব তুলে ধরছে। | 虽然在2007年,乌克兰前总统尤申科(Victor Yushchenko)曾下令,禁止任何与乌克兰大饥荒有关的象征(其中包括苏联领袖),但许多人并不遵守;至于现任政府的态度也很明显,有年轻人去年在Zaporizhzhya地区破坏一座史达林纪念碑后,以恐怖主义罪名遭逮捕及起诉。 |