Sentence alignment for gv-ben-20080716-1064.xml (html) - gv-zhs-20080721-1220.xml (html)

#benzhs
1ভেনিজুয়েলা: ইয়ারের নৃত্যরত শয়তানদের ঐতিহ্য委内瑞拉:传统亚热舞鬼节
2ছবি: জেকক্স - ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত相片由 JCox 提供,CC创用授权
3ইয়ারের নৃত্যরত শয়তান (ড্যান্সিং ডেভিলস অফ ইয়ারে) হচ্ছে ভেনেজুয়েলার একটি পাগান-খ্রীস্টিয় উৎসব এবং অত্র অঞ্চলের শিল্প ও সংস্কৃতির প্রকাশ যেটি পবিত্র বৃহস্পতিবারের পরবর্তী নবম বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়।
4এটি কি তা বোঝার জন্যে ইয়ারের নৃত্যরত শয়তান সংক্রান্ত উইকিপিডিয়া আর্টিকেলটি পড়ে দেখতে পারেন। সেখানে কিছূ ভাল ব্যাখ্যা রয়েছে এবং কিছূ পত্রিকার ভাল রিপোর্টও রয়েছে:亚热舞鬼节(The Dancing Devils of Yare)是委内瑞拉的基督教庆典,在濯足日后第九个星期四举办,这是此区非常经典的艺术与文化代表。
5ইয়ারের নৃত্যরত শয়তান হচ্ছে কর্পাস ক্রিস্টি দিবসে ভেনেজুয়েলার মিরান্দা প্রদেশের সান ফ্রান্সিস্কো দো ইয়ারেতে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠান।
6সোসিয়েদাদেস দেল সান্টিসিমো (পবিত্র মানুষদের সমাজ) এই অনুষ্ঠানের দায়িত্বে থাকে। এর উল্লেখ ১৮ শতকে পাওয়া গেছে এবং এটি আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো ব্রাদারহুড।想要更了解这个节日,可至维基百科点选 Dancing Devils of Yare的词条,这里有详细的说明,还有一些报社记者的相关报导连结。
7প্রতি কর্পাস ক্রিস্টি দিবসে (পবিত্র বৃহস্পতিবারের পরবর্তী নবম বৃহস্পতিবার) তথাকথিত ‘নৃত্যরত শয়তান'দের দ্বারা একটি ধর্মীয় নাচ হয়। এরা রংবেরঙের জামা পরে থাকে (অধিকাংশেই লাল) ছেঁড়া কয়েক পরত কাপড়, কিম্ভুত কিমাকার মুখোশ, এবং ক্রস, ফুল, বালা উত্যাদি বিভিন্ন ধরনের অলংকার।舞鬼节指的是一种宗教庆典,于圣体节当天在委内瑞拉米兰达州亚热地区( San Francisco de Yare, Miranda state)举行,许多宗教团体负责举办庆典,这个庆典最早可追溯至18世纪,是美洲大陆最古老的兄弟会。
8এই শয়তানদের দল উপরে থেকে নীচে পদ অনুযায়ী বিভক্ত এবং মূখোশের মাধ্যমে তা বোঝা যায়। এই বিশেষ অনুষ্ঠানটির অন্য নামও আছে যা অবস্থান অনুযায়ী দেয়া হয় - যেমন নাইগুয়াতার শয়তানেরা অথবা চুয়াউর শয়তানেরা।在每个圣体节(濯足日后第九个星期四),俗称「舞鬼」的舞者,会穿着色彩缤纷的衣服(通常是红的),上面有直条的饰带,再上稀奇古怪的面具,另外还会戴上其他装饰,像是十字架、披肩、念珠等其他辟邪物。
9টালেন্টো ভেনেজোলানো নামক ব্লগটি এই ঐতিহ্যের কিছু ইতিহাস বর্ণনা করছে:舞鬼之间有阶级顺位,表现于面具上。
10ইয়ারের নৃত্যরত শয়তানরা শুধু মিরান্ডা প্রদেশ নয় সমগ্র ভেনজুয়েলার জন্যে গর্ব এতে কোন সন্দেহ নাই।
11এর উৎপত্তি স্প্যানিশদের ঔপনিবেশিক শাষনামলে এবং এটি কবে শুরু হয়েছিল তা নিয়ে ডজনখানেক গল্প রয়েছে।也有一些特殊的庆典依照地区命名,例如Naiguatá舞鬼节、Chuao舞鬼节。
12সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শয়তানেরা তাদের স্বাস্থ ও ঐতিহ্য রক্ষার জন্যে প্রতিজ্ঞা করে।博客Talento Venezolano[西文] 提供这项传统进一步的背景介绍。
13কিছুদিনের জন্যে নাচ করা যায় অথবা সারা জীবনের জন্যে; একবার দলের ভেতর ঢুকলে এর নিয়ম ভঙ্গ করলে শাস্তি রয়েছে।毫无疑问,亚热舞鬼节是由米兰达流传至整个委内瑞拉(…) 始于西班牙殖民时期, 真正的起源有十几种说法,最重要的是,舞鬼必须为他们的健康或传统奉献或许下承诺。
14লাস কোসাস দে রোজা ব্লগ এই নাচিয়েদের পোষাক সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করছে:舞鬼的时间可以是短期或终身的,一旦决定加入兄弟会,却没有完成使命,将会遭到严厉惩罚。
15এই ছোট ঔপনিবেশিক শহরটির শয়তানদের দল আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো এবং হয়ত সবচেয়ে সংগঠিত। লাল শার্ট, প্যান্ট, মোজা এবং স্যান্ডেল এই শয়তানদের পোশাক।Las Cosas de Rosa[西文] 补充舞者服饰的细节
16তারা তাদের হাতে একটি ক্রুসও রাখে , একটি রোজারী মালা ও পবিত্র আত্মার একটি মেডেল কারন অন্য কোন মেডেল দিয়ে এর প্রতিস্থাপন সম্ভব নয়। তারা শয়তানের আদলে একটি মারাকা বাদ্যযন্ত্র এক হাতে রাখে এবং একটি চাবুক রাখে আরেক হাতে।殖民小镇的舞鬼兄弟会可以说是美洲大陆最古老的,或是也是最有组织的,舞鬼的服装是红色的上衣、裤子、袜子及凉鞋,手上戴着赐福过的十字架、圣神的念珠与勋章,很难找到其他具备基督教宗教意象的勋章来代替,此外,舞鬼还会一手拿着沙铃、另一手挥舞着鞭子。
17আপনারা একটি ভিডিওতে (স্প্যানিশ ভাষায়) এই ঐতিহ্য দেখতে পাবেন। এছাড়াও হেক্টর রাটিয়া তার ফ্লিকার এলবামে ছবির মাধ্যমে এর বিবরণ দিয়েছেন।您也可点此观看这项传统的影片画面[西文],Hector Rattia也在他的flickr中提供图片说明,在Behind the Mask散文网中也提供了精彩相片。
18বিহাইন্ড দ্যা মাস্ক ব্লগে এ সংক্রান্ত একটি ছবিউপন্যাস আছে।校对:nairobi