Sentence alignment for gv-ben-20130227-35209.xml (html) - gv-zhs-20130216-12219.xml (html)

#benzhs
1অশান্ত জলসীমা? বলিভিয়া, পেরু এবং চিলির সামুদ্রিক সীমান্ত বিবাদ玻利维亚、智利、秘鲁的海权争议
2এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ। ইকুয়েডর, পেরু এবং পার্শ্ববর্তী দেশগুলোর সমুদ্রসীমানা দাবির মানচিত্র।厄瓜多尔、秘鲁及其他邻国所宣称的海上疆界地图,图片来自Political Geography Now,依据创用CC BY-SA 3.0授权使用
3উইকিমিডিয়া কমন্স (সিসি বাই-এসএ ৩. ০) এর মাধ্যমে বর্তমান রাজনৈতিক ভূগোল国际分界往往因全球化而变得模糊,但是在南美洲,有些海上疆界仍具争议,例如智利与秘鲁两国相邻,这几年均因永续经济发展受惠,可是对于两国之间约3.
4বিশ্বায়নের প্রক্রিয়ায় মাঝে মাঝে আন্তর্জাতিক সীমানা অস্পষ্ট হয়ে যায়।8万平方公里的海域,却始终僵持不下。
5কিন্তু দক্ষিণ আমেরিকায় কিছু সামুদ্রিক সীমানা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রয়ে গিয়েছে।双边谈判始于1980年,不过从未达成协议,秘鲁于2008年向国际法庭提告,并于2012年12月召开公听会,预计于2013年中裁决。
6উদাহরণস্বরূপ, বিগত কয়েক বছর ধরে টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পাওয়া প্রতিবেশী চিলি এবং পেরু তাদের সামুদ্রিক সীমানা বরাবর অবস্থিত আনুমানিক ৩৮ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র নিয়ে ঝামেলায় রয়েছে।
7১৯৮০ সালে দেশ দু'টির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তারা কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি।秘鲁仍然强调,海上疆界至今尚未划定,而五零年代签署的文件里,仅与渔场相关,该国亦宣称海域分界应从陆路疆界向西南方延伸。
8২০০৮ সালে পেরু মামলাটি নিয়ে যায় আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) যেখানে এর গণশুনানি হয় ২০১২ সালের ডিসেম্বরে। আইসিজে ২০১৩ সালের মধ্যভাগে বিরোধটির বিষয়ে একটি রুলিং জারি করবে বলে আশা করা যাচ্ছে।另一方面,智利主张在1952年与1954年的条约后,海上疆域便已底定,认为国界应与赤道平行,且秘鲁过去60年来都遵行不悖。
9এদিকে, পেরু শুধুমাত্র মাছ ধরার এলাকায় প্রবেশাধিকারের বিষয়ে ১৯৫০ সালে স্বাক্ষরিত নথি-পত্রের উপর ভিত্তি করে তর্ক চালিয়ে যাচ্ছে এই বলে যে কোনো চুক্তি এখনো সামুদ্রিক সীমানা নির্ধারণ করেনি।
10লিমা (পেরুর রাজধানী) আরও দাবি করছে যে সামুদ্রিক সীমানা হওয়া উচিৎ স্থলভাগের সীমানা থেকে আড়াআড়ি দক্ষিণ-পশ্চিম বরাবর।网络用户Juan Vargas支持智利的论点,在Peru this Week网站上写道:
11অন্যদিকে, চিলি যুক্তি করছে ১৯৫২ এবং ১৯৫৪ সালে স্বাক্ষরিত চুক্তির পরে সামুদ্রিক সীমা মেনে নেওয়া হয়েছে। এসব থেকে সিদ্ধান্ত টানা যায় যে সামুদ্রিক সীমানা হওয়া উচিৎ নিরক্ষীয় রেখার সমান্তরাল - সান্তিয়াগো (চিলির রাজধানী) দাবি অনুসারে এই ব্যবস্থাটি পেরু বিগত ৬০ বছর ধরে সম্মান করে এসেছে।1952年及1954年的协议明确指出,(智利与秘鲁)两国已订定海上疆界,英文版内容请见:http://www.state.gov/documents/organization/58820.pdf
12চিলির অবস্থান সমর্থন করে একজন নেটনাগরিক জুয়ান ভার্গাস পেরু এই সপ্তাহে মন্তব্য করেছেন: ১৯৫২ এবং ১৯৫৪ সালের চুক্তি পরিষ্কারভাবে [চিলি এবং পেরু মধ্যে] একটি সামুদ্রিক সীমানা নির্দেশ এবং স্থাপন করে।秘鲁前外交部长Oscar Maúrtua de Romaña则在El Mirador一篇博客文章里,说明两国各自立场,并在结论指出:
13এগুলোর ইংরেজি অনুবাদ পাওয়া যাবে: http://www.state.gov/documents/organization/58820.pdf” পেরুর সাবেক পররাষ্ট্র মন্ত্রী অস্কার মাউরতুয়া দে রোমানা উভয় পক্ষের যুক্তি-তর্ক এল মিরাডোর একটি ব্লগ পোস্টে বর্ণনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে:尽管双方立场长期分歧,秘鲁与智利命运相通,国际法庭若提出公正裁决,将终结两国关系里“仅存的边界争议”,所幸在公听会召开前72小时,两国总统发表共同声明,承诺将接受与遵循国际法庭决议。
14ঐতিহাসিক পার্থক্য সত্ত্বেও পেরু এবং চিলি একটি সাধারণ পরিণতি ভাগাভাগি করে।内陆国玻利维亚静候判决
15আদালতের একটি ন্যায্য রায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সমঝোতা করে “অবশিষ্ট একমাত্র সীমানা সমস্যা”টির অবসান ঘটাবে।
16শুনানি শুরুর ৭২ ঘন্টা আগে (পেরুর) রাস্ট্রপতি হুমালা এবং (চিলির) রাষ্ট্রপতি পিনেরা একটি যৌথ বিবৃতিতে উভয়েই হেগের আন্তর্জাতিক বিচারালয়ের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়ে আবার ভরসা সৃষ্টি করেছেন।
17সিদ্ধান্তের অপেক্ষায় ভূমি পরিবেষ্টিত বলিভিয়া চিলি এবং পেরু মধ্যে বিবাদ এ অঞ্চলটির চারপাশের দেশগুলোর উপর সরাসরি প্রভাব রয়েছে।智利与秘鲁的争议也会直接影响区域内其他国家,尤其玻利维亚正密切留意官司进展,先前亦表示,打算向国际法庭提案,要求智利提供玻国在1879年至1881年后失去的太平洋海岸线,故国际法庭的判决可能加强玻国态度,藉由外交途径解决长期争议。
18বিশেষ করে, বলিভিয়া ঘনিষ্ঠভাবে আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং আগেই বলেছে [ইংরেজি ভাষায়] যে এটি চিলিকে ১৮৭৯-১৮৮১ সালে তাদের হারিয়ে ফেলা দু'দেশের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যাওয়ার পথটি করে দেওয়ার জন্যে আইসিজে'তে একটি মামলা করার পরিকল্পনা করেছে।
19আইসিজে'তে করা মামলাটির চূড়ান্ত ফলাফল বলিভিয়াকে দীর্ঘদিনের এই সমস্যাটির একটি কূটনৈতিক সমাধান চাওয়ার প্রচেষ্টায় শক্তি যোগাতে পারে।
20আইসিজে'র সিদ্ধান্তের কথা বাদ দিলেও, সকল পক্ষের গণতান্ত্রিক এবং কূটনৈতিক বিবৃতিগুলো পক্ষগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে একটি সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি হ্রাস করেছে।
21আরেকভাবে, এটা সংকটটি অবসানের লক্ষ্যে আরো সৃজনশীল সমাধান তৈরী করার ভিত্তি প্রদান করেছে।不论国际法庭决议为何,各方均已发出民主及外交声明,大幅降低各方爆发武装冲突的机率。
22এতে জিলমার ময়সেস কর্ডোভা প্রস্তাবিত “দ্বিপক্ষীয় অংশগ্রহণের একটি সামুদ্রিক অঞ্চল” রয়েছে। যাতে যুক্তি করা হয়েছে যে:在和平的基础上,各方就可能以更具创意的方式解决争议,包括由Jilmar Moisés Córdova提出的“双方共同参与海域”:
23পেরু এবং চিলির সামুদ্রিক বিবাদটি নির্দিষ্ট ধারণ ক্ষমতার নৌযানের মাধ্যমে মাছ ধরা, […] সম্পদ আহরণের উদ্দেশ্যে দুই দেশের মধ্যে সমুদ্র বিভক্ত করে দিয়ে একটি তথাকথিত দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বা অংশগ্রহণের সামুদ্রিক অঞ্চলের মাধ্যমে একটি সম্ভাব্য সমাধানে পৌঁছাতে পারে।
24উদাহরণস্বরূপ, আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে তাদের সার্বভৌম জলসীমা সীমায়িত করা একটি চুক্তি রয়েছে। কর্ডোভা আরো মনে করেন যে এধরনের একটি বিকল্প উভয় দেশকে খনিজ, তেল এবং অন্যান্য সম্পদ অন্বেষণ এবং এসব থেকে উপকার লাভের একটি সুযোগ করে দিতে পারে।若建立“双方共同参与海域”,秘鲁与智利的海权争议就可能划下句点,划分两国之间的渔业海域,[…]船只开发的资源也由两国均分,例如阿根廷与乌拉圭即签定此种条约,以确立两国主权海域。
25তিনি আরো নিশ্চিত যে সামুদ্রিক অঞ্চলটির দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বলিভিয়ার উপকূল প্রাপ্তির আকাঙ্ক্ষার একটি বিকল্প সুযোগ সৃষ্টি করতে পারে।他也认为,这项协议将让两国都有机会开发矿藏、石油与其他资源,他也相信“双方共同参与海域”能满足玻利维亚的海岸需求。
26এই পোস্ট এবং এর স্প্যানিশ, আরবি এবং ফরাসি অনুবাদের দ্বায়িত্ব বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয় সম্পর্কে নাগরিক কণ্ঠস্বর অন্বেষণের অংশ হিসাবে আন্তর্জাতিক নিরাপত্তা নেটওয়ার্ক (আইএসএন) এর।
27এই পোস্টট প্রথমে আইএসএন ব্লগে প্রকাশিত, একই ধরনের আরো গল্পের জন্যে এখানে দেখুন।