# | ben | zhs |
---|
1 | অভিনন্দন: নতুন উদীয়মান কন্ঠেরা (রাইজিং ভয়েসেস) | 恭喜! |
2 | রাইজিং ভয়েসেস এর নাগরিক মিডিয়া প্রসার প্রকল্পের প্রথম দলটি আমাদেরকে কিছু নতুন এবং শক্তিশালী কন্ঠের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এমন সব কমিউনিটি থেকে যারা সচরাচর অনলাইন কথোপকথনে অংশগ্রহন করে না। | |
3 | গত মাসে আমরা আবারও আহ্বান করেছিলাম নতুন সিটিজেন মিডিয়া প্রসার প্রকল্প প্রস্তাবের জন্য যাদের আমরা ক্ষুদ্র সহায়তা দেব। | 第二期发声计划得奖者出炉 |
4 | এদের মধ্যে থেকে নতুন পাঁচটি প্রকল্প আমাদের বাংলাদেশ, বলিভিয়া, কলম্বিয়া, ভারত এবং সিয়েরা লিওনে বিদ্যমান প্রকল্পগুলোর সাথে যোগদান করবে। আমরা মোট ৩৫টি দেশ থেকে ৬৩টি প্রকল্প প্রস্তাব পেয়েছিলাম। | 发声计划公民媒体推广的启动,打开另一个频道,让我们聆听来自以前很少机会接触互联网的社群们,崭新有力的声音。 |
5 | যদিও প্রস্তাবগুলো সংখ্যায় গতবারের চেয়ে কম (জুলাইতে আমরা ১৪২টি প্রস্তাব পেয়েছিলাম), বিষয়বস্তুর বৈচিত্র এবং গুণগমানে এবারের প্রায় সবগুলো প্রস্তাবই আকর্ষনীয় ছিল। ফলে আমাদের বাছাই প্রক্রিয়াটি বেশ শক্ত হয়ে যায়। | 上个月我们征求新的计划申请,选出新的资助对象加入孟加拉国、玻利维亚、印度、哥伦比亚、塞拉利昂五国的第一期发声计划团队的行列。 |
6 | এবারের রাইজিং ভয়েসেস ক্ষুদ্র সহায়তার প্রতিযোগীতায় আশানুরুপ সারা প্রমান করে যে নাগরিক মিডিয়ার প্রতি বিশ্বজুড়েই আগ্রহ রয়েছে; হোক সে উগান্ডার গ্রামান্চল বা ইজরায়েলের অর্থডক্স কমিউনিটি, গুয়াতেমালার পাহাড় থেকে সার্বিয়ার কর্মজীবি সমাজ। | 第二期共有35国63个申请计划投稿,虽然数量并不如第一期07年7月收到的142件申请,但此次计划书质量和创意却让评审过程更增添抉择的难度,发声计划得到的热情响应再一次地证实了全球对于公民媒体的热衷,不管从乌干达到以色列东正教小区,或是危地马拉的山区到西伯利亚的劳动阶级。 |
7 | নিন্মের পাঁচ বিজেতারা রাইজিং ভয়েসেসের উদ্ভাবনশীলতা, উদ্দেশ্য এবং সুনামের লক্ষ্যকে অবলম্বন করে বলে তাদের নির্বাচিত করা হয়েছে: | 入选的五个得奖者正代表了发声计划所欲彰显、支持的创意,以及这项计划的善愿与培力目的。 |
8 | নাকুরু, কেনিয়া: ইউথ মিডিয়া কনসাল্টেটিভ ফোরাম | 肯尼亚Nakuru,青年媒体顾问论坛 |
9 | ডেনিস কিলাম্বো, কলিন্স ওউদুর এবং রিপ্যাক্টেড সংগঠনের বাকী সদস্যরা কেনিয়ার নাকুরু শহরের বাইরের প্রান্তে বসবাসকারী নাগরিকদের শেখাবে কি করে স্থানীয় সংবাদ এবং গল্প সংগ্রহ করতে হয় এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছে ছবি, ব্লগিং, ভিডিও এবং স্থানীয় প্রিন্ট ম্যাগাজিনের মাধ্যমে তুলে ধরতে হয়। | Dennis Kimambo、 Collins Oudour以及 REPACTED团队的伙伴们将会训练Nakuru 地区居民,收集当地消息和故事,以和国际阅听人一同分享他们的博客、录像和在当地刊印的纸本刊物。 |
10 | রিপ্যাক্টেড তাদের সফল পথনাটক কর্মসূচীও (ম্যাগনেট থিয়েটার) চালিয়ে যাবে যাতে এই প্রকল্পে অংশগ্রহনকারীরা এইচআইভি আক্রান্ত কিভাবে হয় এ ধরনের নিষিদ্ধ বিষয় আলাপ করার জন্যে উৎসাহিত হবে। | REPACTED会继续使用磁铁剧场(Magnet Theatre)来鼓励参与者公开讨论以往禁忌的事务,例如HIV传染问题。 |
11 | রিপ্যাক্টেড এর পূর্ণ প্রস্তাবটি আপনারা উইকি থেকে পড়তে পারেন। | 他们的计划书全文可wiki上读到。 |
12 | ইরান ইনসাইড আউট: একটি ভিডিও ব্লগিং উদ্যোগ | 伊朗内揭:影音博客计划 |
13 | সাঘাইয়েঘ আজিমি এবং তার সাথী ভিডিও ব্লগাররা তেহরানের ইয়থ সিনেমা সোসাইটির সাথে মিলে যুবা চলচিত্র নির্মাতাদের খুঁজে বের করবে এবং তাদের শেখাবে কি করে ছোট ছোট নাড়া দেয়ার মত ভিডিও চিত্র তৈরি করা যায় এবং ইন্টারনেটে প্রচার করা যায়। | Shaghayegh Azimi与伊朗资深的影音博客将和德黑兰地区的青年电影社( Young Cinema Society)一起合作,激发年轻电影工作者,教导他们制作短片的技巧,并把作品放上互联网。 |
14 | তার প্রস্তাবে সাঘাইয়েঘ লিখছেন “আমরা দুটি গুরুত্বপূর্ন লক্ষ্য পূরন করতে চাচ্ছি, ১) ইরানের প্রান্তিক যুবাদের অনুপ্রানিত করা এবং বিশ্বের অনলাইন কমিউনিটি এবং বিশেষ করে ভিডিও ব্লগিং কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং কথোপকথনে উদ্বুদ্ধ করা এবং ২) মানবিক কাহিনীর মাধ্যমে ইরানের লোকদের সহনশীলতা বাড়ানো”। | 在其计划书里,Shaghayegh写道:「我们有二个重要的基本目标:其一是为介绍并鼓励不受重视的伊朗年轻人和全球互联网社群互动的技巧,尤其是影音博客。 |
15 | আপনি সাঘাইয়েঘের করা পিবিএস ফ্রন্টলাইন/বিশ্ব ওয়েবসাইটগুলোতে পূর্ববর্তী কাজগুলো দেখতে পারেন। | 其二是,透过人生故事,教导激发伊朗的包容心。 |
16 | ব্লগারস দেসদে লা ইনফ্যান্সি (শিশু থেকে ব্লগার) - উরুগুয়ে | 读者不妨参考Shaghayegh稍早为美国公共广播电台所制作前线 Frontline 系列节目的网站。 |
17 | এমআইটি মিডিয়া ল্যাবের ফ্যাকাল্টি সদস্যদের করা প্রতিটি শিশুর জন্যে কম্পিউটার (ওএলপিসি-ওয়ান ল্যাপটপ পার চাইল্ড) প্রকল্প আন্তর্জাতিক মিডিয়াতে প্রভূত সারা পেয়েছে। | 乌拉圭:幼儿期的博客 Bloggers Desde la Infancia 当初由麻省理工学院媒体实验室成员所创立的每童一机百元计算机计划(OLPC),希望实现全球每位学童都有一部手提电脑,因而受到全球媒体的注目。 |
18 | এটির উদ্দেশ্য বিশ্বজুড়ে প্রতিটি ছাত্রছাত্রীকে একটি স্বল্পমূল্যের ল্যাপটপ কম্পিউটারের সুবিধা দেয়া। | 但我们还未能见识奈及利亚、秘鲁以及乌拉圭的学童们如何使用这款小巧的、霓绿色笔记本电脑。 |
19 | কিন্তু আমাদের এখনও দেখার বাকী রয়েছে কি করে উরুগুয়ে, পেরু, নাইজেরিয়া এবং অন্যান্য দেশগুলোর ছাত্রছাত্রীরা এই ছোট উজ্জ্বল সবুজ ল্যাপটপটি ব্যবহার করে। | 乌拉圭政府负责分配学童计算机的单位Ceibal,将由Pablo Flores主办一系列的工作坊,让国内外博客与使用计算机的年轻学子们一同展示建立个人博客,利用各种社群网站与媒体工具的过程。 |
20 | সেইবাল হচ্ছে একটি সরকারী সংগঠন যা উরুগুয়েতে ওএলপিসি ল্যাপটপগুলো বিতরন করবে। | 稍后的颁奖典礼也将鼓励新手博客和全世界分享自己小区故事。 |
21 | এই সংগঠনের পাবলো ফ্লোরে এইসব ল্যাপটপ ব্যবহারকারী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করবেন যেখানে দেশী ও আন্তর্জাতিক ক্ষ্যাতিমান ব্লগাররা শেখাবেন কি করে ব্লগ তৈরি করতে হয় এবং অন্যান্য সোশাল মিডিয়া টুলগুলো ব্যবহার করতে হয়। | |
22 | পরবর্তীতে এইসব নতুন ব্লগারদের জন্যে পুরস্কারের ব্যবস্থা থাকবে যাতে ব্লগাররা উদ্বুদ্ধ হয় তাদের কমিউনিটির গল্প ও অভিজ্ঞতাগুলো দেশী-বিদেশী শ্রোতা-পাঠকদের কাছে তুলে ধরতে। | Pablo 的提案书(西班牙文)也可在wiki上找到。 |
23 | পাবলোর পূর্ন প্রকল্প প্রস্তাবটি (স্প্যানিশ ভাষায়) উইকিতে রয়েছে। | 马达加斯加:将马达加斯加论坛引入公民新闻的世界 |
24 | মাদাগাস্কার- মালাগাসি ভাষার ফোরামের সদস্যদের নাগরিক মিডিয়ার জগতে নিয়ে আসা | Seraser 是马达加斯加Antananarivo地区一个很流行的论坛,拥有超过400位活跃会员。 |
25 | সেরাসেরা হচ্ছে আন্তানানারিভো, মাদাগাস্কারকে ভিত্তি করে গঠিত একটি মালাগাসি ভাষায় ডিসকাশন ফোরাম যার প্রায় ৪০০ সক্রিয় সদস্য রয়েছে। ফোকো মাদাগাস্কার নামক সংগঠনটির মিয়ালী আন্দ্রিয়ামানানজারা, লোভা রক্তমালালা, হরিজন্কা এবং অন্যান্য সদস্যরা ফোরামের এই সক্রিয় সদস্যদের ব্লগ, পডকাস্ট এবং অনলাইন ভিডিওর মাধ্যমে বিশ্বের কমিউনিটির সাথে কথোপকথন শেখাবে। | Mialy Andriamananjara, Lova Rakotomalala, Harijanka以及Foko Madagascar 团队成员将拓展论坛既有的使用者,教他们博客、播客、在线影音等工具,进一步参与全球互联网的互动。 |
26 | তাদের প্রস্তাব অনুযায়ী তারা জোর দিচ্ছে যে অংশগ্রহনকারীদের তারা “একটি কন্ঠ এবং ডিজিটাল ছাপ দেবে বিশ্ববাসীর সাথে কথোপকথনের জন্যে.. | 在其计划书中,他们强调透过互联网运作,「将可让参与者在这个数字无纸化的世界发出自己的声音,也让世人了解马达加斯加人的想法。」 |
27 | এবং এটি বিশ্বের জন্যেও একটি সুযোগ মালাগাসী চিন্তাধারা, কার্যকলাপ এবং বিশ্ব সম্পর্কে তাদের ধারনা সম্পর্কে জানার”। | 牙买加:囚犯日记 |
28 | একজন বন্দীর ডাইরী - জামাইকা এই প্রকল্পের প্রতিষ্ঠাতা কেভিন ওয়ালেন জানাচ্ছেন “গত দুই বছরে ২৬ লাখ জনসংখ্যার জামাইকা আন্তর্জাতকভাবে ‘খুনের রাজধানী' হিসেবে পরিচিত। | 本计划发起人Kevin Wallen 指出:「过去二年,二百六十万人口的牙买加被挂上『全球谋杀之都』的恶名,光2007年到目前为止已累积有超过1400件相关杀人案件。」 |
29 | ২০০৭ সালে প্রায় ১৪০০ এরও বেশী লোককে হত্যা করা হয়েছে এ শহরে।” | 猖厥的犯罪文化要归咎黑帮老大地位的受人尊崇。 |
30 | জামাইকার এই অপরাধ সংস্কৃতির জন্যে দায়ী করা হয় গুন্ডা/মাস্তানদের (গ্যান্গ লিডারদের) প্রতি জনসাধারনের শ্রদ্ধাভক্তিকে। | 囚犯日记希望严肃面对「崇拜坏人」问题,训练囚徒使用博客和制作播客。 |
31 | দ্যা ডাইরি অফ এন ইনমেট প্রকল্প এই ‘খারাপ লোককে শ্রদ্ধা করা'র সংস্কৃতিকে দুর করার চেষ্টা করবে জেলখানার বন্দীদের ব্লগ এবং পডকাস্ট করা শিখিয়ে। | Kevin形容其目标是:「透由博客写作,囚徒们讲出自己的故事,真实地描绘监牢里的情况与犯罪结下的后果。 |
32 | কেভিন জানাচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য: “ব্লগিয়য়ের মাধ্যমে জেলখানার বন্দীরা তাদের গল্প পৃথিবীর মানুষকে জানাতে পারবে। তারা জেলখানার জীবনের সঠিক চিত্র তুলে ধরতে পারবে এবং অপরাধ করলে ফলাফল কি হয় তা বোঝাতে পারবে। | 当前,牙买加的音乐和媒体多半『偶像化』坏人与枪手,犯罪的监禁者反变成学习样本。 |
33 | সাম্প্রতিক কালে জামাইকার সঙ্গীত এবং মিডিয়া এইসব গুন্ডা বা সট্টা বন্দীদেরকে রোল মডেল হিসেবে দেখায়। | 许多年轻人因而误以为监牢是一个很酷的地方,直到自己亲身体验过才了解现实的残酷。 |
34 | অনেক যুবারা মনে করে যে জেলখানায় থাকা খুব গর্বের ব্যাপার, যতক্ষন না পর্যন্ত তারা সত্যিটা নিজে গিয়ে জানতে পারে। | 本博客可以让全国人民了解目前狱政过于拥塞的情况,打破一般媒体美化的错误观念。 」 |
35 | দ্যা ডাইরি অফ এন ইনমেট প্রকল্প জামাইকানদের জানাবে যে দেশের উপচে পরা জেলখানাগুলিতে সত্যিকারের দুর্ভোগগুলো কি এবং এভাবে মিডিয়ার প্রচারিত ভ্রান্ত ধারনকে দুর করার চেষ্টা করবে।” | 我们恭喜以上五个新得奖团队,共同加入日渐壮大成熟的发声计划社群与公民媒体行动者的队伍。 |
36 | আমরা খুবই আনন্দিত এই পাঁচটি নতুন প্রকল্পকে রাইজিং ভয়েসেসের ক্রমবর্ধমান এবং পরিপক্ক কমিউনিটিতে স্বাগত জানানোর জন্যে। | 校对:User:dreamf |