# | ben | zhs |
---|
1 | ইরানঃ মুদ্রাস্ফীতি ও অস্পৃশ্য টমেটো ইরান সরকার প্রায়শ:ই মুদ্রাস্ফীতির অস্তিত্ব অস্বীকার করে, এবং দাবি করে যে এটা বিদেশী তথা মিডিয়ার আবিষ্কার। | 伊朗:通货膨胀与蕃茄价涨 |
2 | তথাপি, স্মরণকালের মধ্যে এ মাসে ইরানে সর্বোচ্চ ও দ্রুতগতিতে মুদ্রাস্ফীতি ঘটেছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হয়তো একটা কারণ, কিন্তু অনেক মানুষই প্রধান কারণ হিসেবে ব্যর্থ অর্থনৈতিক নীতিকে দায়ী করেন। | 伊朗政府时常否认国内存在通货膨胀,甚至指称是外籍人士与媒体杜撰而来,但近几个月通膨成长速度加剧,部分原因出于国际市场粮价上扬,不过许多人也认为主要是经济政策失灵所致,好几位博客都分享见解,以及通膨在日常生活的感受。 |
3 | কিছু ব্লগার নিত্যদিনের জীবন যাপনে মুদ্রাস্ফীতি নিয়ে তাদের ধারণা ও অনুভূতির কথা ব্যক্ত করেছেন। নিঃসহায় কৃষক এবং “অমনযোগী নেতৃবৃন্দ” | 无助农民与「无心」领导人 |
4 | এঘতেসাদ্দানেহ লিখেছেন (ফার্সী ভাষায়) যে সরকারী কর্মকর্তারা ইরানী কৃষকদের প্রতিনিধিত্ব ও রক্ষা করে না। ব্লগার আরো বলেছেন: | Eghtesaddaneh表示[波斯文],伊朗农民未受官员保护与代言: |
5 | কৃষি মন্ত্রণালয় কৃষকদের নয়, মধ্যবিত্ত ও চাকুরীজীবিদের প্রতিনিধিত্ব করে। কৃষকরা সবচেয়ে নির্বাক শ্রেণী। | 农业部代表中产阶级与雇员,而非农民,农民是沉默的阶级,各位可曾听闻他们抗争? |
6 | আপনি কি কখনও তাদের প্রতিবাদ করতে শুনেছেন? | |
7 | আপনি কি কখনও শুনেছেন কৃষি মন্ত্রণালয় বাণিজ্য অবমুক্ত করার প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাড়িয়েছে? তিনি লিখেছেনঃ | 可曾听说农业部长反对自由贸易阻碍? |
8 | বেশীরভাগ শিল্পোন্নত ও ল্যাতিন আমেরিকার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের জন্য যেমন সাহায্য বরাদ্দ করা হয়, ইরানে তেমন নেই। আমার শহর কাসান-এ ঠান্ডার কারণে পমগ্রানেট (বেদানা) বাগানের প্রায় বেশীরভাগই ধ্বংস হয়ে গেছে। | Soweyda指出[波斯文],伊朗国会议长Hadad Adel说,国内或许有通膨,但至少也有安全,Soweyda揣测他是指伊朗社会比邻国安全,但通膨与经济困境也可能威胁安全。 |
9 | প্রাক্তন সংস্কারবাদী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আথালোলাহ মহাজেরানী বলেছেন (ফার্সী ভাষায়), প্রভাবশালী ধর্মগুরু মাধাভি কানীর বক্তব্যের জবাবে, জনগনের ভোগকৃত দ্রব্যের পরিমানের অভাবের সাথে মুদ্রাস্ফীতির কোন সম্বন্ধ নাই। | |
10 | ব্লগাররা লিখেছেন যে সরকার যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞদের কথা শোনে না এবং মনে করে মুদ্রাস্ফীতির জন্য লোকানুবর্তি এবং স্লোগান সর্বস্ব নীতি দায়ী। | |
11 | সাওয়েদা লিখেছেন (ফার্সী ভাষায়), ইরানী পার্লামেন্টের প্রেসিডেন্ট হাদাদ আদেল বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি থাকতে পারে, কিন্তু নিরাপত্তা তো আছে। | |
12 | ব্লগার ধারণা করেন যে হাদাদ হয়তো বোঝাতে চেয়েছেন ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় অনেক বেশী নিরাপদ; কিন্তু সেই সাথে স্মরণ করিয়ে দিয়েছেন যে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয় এই নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। | |
13 | ভগ্ন অঙ্গীকার দেহারী বলেছেন, বক্তৃতার মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব নয়। | 无信 |
14 | তিনি লিখেছেন: যখন আহমাদিনেজাদ দুইবছর আগে প্রথম মুদ্রাস্ফীতি অস্বীকার করেছিলেন, তিনি বলেছিলেন, বিগত চল্লিশ বছরের মধ্যে এটা সর্বনিম্ন। | Dehyari表示[波斯文],通膨不可能以演说解决: |
15 | তারপরে মাত্র ছয় মাস আগে তিনি অঙ্গীকার করলেন একটা ভাল ভবিষ্যত গড়ার; কিন্তু এই সব বক্তব্য আসলে পুরোটাই মিথ্যা। ব্লগার বলেছেন, সমাজ এই ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি আর সহ্য করতে পারছে না। | 伊朗总统两年前首度否认国内有通膨,他声称是40年来最低点;六个月前他承诺带给国家更好的未来,但这些都是假话。 |
16 | আহমাদিনেজাদের সিদ্ধান্ত বিশেষজ্ঞ মূল্যায়ন বা মৌলযুক্তির উপরে ভিত্তি করে নয় বলে দেহারী মনে করেন। | 他说社会不可能再容忍通货膨胀持续,更怀疑总统的决策并非依据专业或理性。 |
17 | আমির খসরুর বক্তব্য অনুযায়ী (ফার্সী ভাষায়) দশ জন সংসদ সদস্য আহমাদিনেজাদ ও তিনজন মন্ত্রীকে মুদ্রাস্ফীতি বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। | 根据AmirKhosro所言[波斯文],十位国会议员曾提醒总统与三位阁员有关通膨警讯。 |
18 | ইসলামিক এসোসিয়েশন অব সাহর কুর্দ স্টুডেন্টস ব্লগ জানিয়েছে (ফার্সী ভাষায়), পার্লামেন্টের প্রাক্তন প্রেসিডেন্ট মেহদী কারোওবী সম্প্রতি আহমাদিনেজাদের সমালোচনা করেছেন এবং বিশ্ব পরিচালনার চেষ্টা বাদ দিয়ে আবাসন ও উপজীবিকা নিয়ে ভাবার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। অস্পৃশ্য টমেটো | Islamic Association of Shahr Kurd Students博客指出[波斯文],国会前议长Mehdi Karoubi最近批评总统,希望总统多思考人民安居与生计,不要只想着掌控世界。 |
19 | আজারমোগান বিদ্রুপ করে লিখেছেন (ফার্সী ভাষায়) টমেটোর দাম এত বেড়ে যাচ্ছে যে আমরা এখন গর্বিতভাবে টমেটোর সাথে নিজেদের ছবি তুলতে পারি। | |
20 | সবচেয়ে দামী ফল হিসাবে কলার স্থান টমেটো দখল করে নিয়েছে। | 蕃茄,禁止触碰 |
21 | পারস ডার বোঝোরগ্রাহ লিখেছেন (ফার্সী ভাষায়) গতবছর আহমাদিনেজাদ বলেছিলেন যে তার নিকটবর্তী এলাকাতে টমেটোর দাম কম এবং লোকজন তা কিনতে পারছে, কিন্তু এ বছর মনে হচ্ছে সবাই এই উচ্চ মূল্য মেনে নিয়েছে। | |
22 | স্যান্ডউইচ থেকে টমেটো উধাও হয়ে গেছে। শ্যাগার্ড বলেছেন (ফার্সী ভাষায়) প্রতি কেজি টমেটোর দাম দুইশ দশ টাকা, যেখানে একজন শ্রমিকের মাসিক আয় মাত্র আট হাজার চারশ টাকা! | Shagaro说[波斯文]每公斤蕃茄价格将近两欧元,但一般劳工月薪却只有80欧元! |
23 | ফ্লিকার থেকে ছবি: * ভারাহরানের তোলা বরফআচ্ছাদিত ইরানের পমগ্রানেট (বেদানা)। | 照片来源: |
24 | * মেরি লুজমোরের তোলা হামাদান বাজারের টমেটো। | 校对:nairobi |