Sentence alignment for gv-ben-20110721-18908.xml (html) - gv-zhs-20110718-9545.xml (html)

#benzhs
1ইউক্রেইন: আদালতে তিমোশেঙ্কো নাটক乌克兰:季莫申科审判大戏
2২০১১ সালের জুন মাস থেকে ইউক্রেইনের সাবেক প্রধানমন্ত্রী এবং অরেঞ্জ রেভুল্যুশন (কমলা বিপ্লব) অন্যতম এক নেত্রী ইউলিয়া তিমোশেঙ্কো ক্ষমতার অপব্যবহারের দায়ে রাজধানী কিয়েভে বিচারাধীন রয়েছেন।乌克兰前总理及橙色革命领导人之一的季莫申科(Yulia Tymoshenko)自从六月底便因滥用权力而在首都基辅受审。
3তদন্ত অনুযায়ী, রাশিয়ার সাথে গ্যাস ক্রয়ের ক্ষেত্রে তিমোশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যে চুক্তি করেছিলেন, তাতে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন।据调查员所说,季莫申科和俄罗斯签订天然气契约是越权行为,她与俄国总理普京洽谈的价格对乌克兰经济来说太过高昂。
4তিনি বাজার মূল্যের চেয়ে অনেক বেশী দামে গ্যাস কিনেছেন, যা ইউক্রেইনের অর্থনীতির জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে।如果她被判有罪,最长可面临十年徒刑。
5এই অপরাধে তার দশ বছরের সাজা হতে পারে। বিচারের সময় ইউক্রেইন এবং এর বাইরের নাগরিকরা সক্রিয়ভাবে এই মামলা নিয়ে আলোচনা করেছে।自审判开始,乌克兰国内外网友便热烈讨论这个案件。
6ফরেন নোটস-এর লেভকো আবিষ্কার যে, এই অভিযোগ প্রমাণ করা অসম্ভব:Foreign Notes的LEvko发现无法证明这些指控:
7“ ২০০৯ সালে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে জ্বালানী সম্পর্কিত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউক্রেনের ১৯০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির দায়ে তিমোশেঙ্কোকে অভিযুক্ত করা হয়েছে।”所以“季莫申科因2009年和俄罗斯总理普亭签订的能源协定,被控造成乌克兰一亿九千万的损失”。
8কি ভাবে নিশ্চিত করা হচ্ছে যে এই পরিমাণ ক্ষতি হয়েছে?怎么有人能确定这数字?
9পুতিন বা গাজপ্রম কি কখনো স্বীকার করেছে যে, ২০০৯ সালে নাফতোহাজ ইউক্রেনী নামক ইউক্রেনের প্রতিষ্ঠানের কাছে জ্বালানী তেলে বিক্রির ক্ষেত্রে যে ১৯০ মিলিয়ন ডলার নিয়ে প্রশ্ন উঠেছে, তারা তার চেয়ে কমে গ্যাস বিক্রি করতে সম্মত হয়েছিলেন? মনে হয় না…难道普亭或俄罗斯天然气工业股份公司有承认说,假如2009年代表乌克兰的是其他人,他们就会以低于一亿九千万的价格卖出天然气吗?
10অপরাধ প্রমাণিত হলে তিমোশেঙ্কোর দশ বছরের জন্য জেল হতে পারে, ২০১২ সালের সাংসদীয় নির্বাচন ও ২০১৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এই বিচারের স্পষ্টতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।不太可能……
11ওপেনডেমেক্রেসি.说其他人可以拿到更低的价格纯粹只是猜测而已……
12নেট-এ নাতালি সেডলস্টকা লিখেছেন :季莫申科若被判有罪,将面临最多十年的徒刑。
13“১৬ মাস আগে প্রেসিডেন্ট ইয়াঙ্কোভিচ ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলকে উৎপাটনের চেষ্টা চলছে।许多人质疑这场审判的公平性,因为季莫申科是在野党2012年国会和2015年总统大选的主要人物。
14ইয়োশেঙ্কোভিচের সদস্যদের বিরুদ্ধেও নানাবিধ অপরাধের মামলা হয়েছে।Natalia Sedletska在Opendemocracy.net写道:
15কিন্তু, এটা কি দুর্নীতির বিরুদ্ধে ইয়াঙ্কোভিচের যুদ্ধ?自从亚努科维奇总统约十六个月前掌权以来,在野党几乎被铲除了。
16নাকি, এই মামলা গুলো কি রাজনৈতিকভাবে চালিত হচ্ছে?”尤申科政府成员面临刑事诉讼,但亚努科维奇是为了打击贪腐,还是出于政治动机?[ …]
17সবাই বুঝতে পারছে যে ভিক্টর ইয়াঙ্কোভিচের মূল লক্ষ্য হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা অর্জন।人人都知道亚努科维奇的主要策略是掌握绝对的权力,他想在国会中占有绝对多数,所以四百五十席中的二百廿六席必须由他的政党党员出任,这是亚努科维奇所有 亲密战友的明确目标。
18তিনি সংসদে ৪৫০ আসনের মধ্যে কমপক্ষে ২২৬টি আসন তার দলের নেতাদের জন্য চান।检察官办公室成为达到目的的主要工具。
19আর এর মাধ্যমে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চান।被定罪的人就不能参选,这说明了亚努科维奇上任第一年内对在野党员雪崩般的起诉潮。
20এটাই ইয়াঙ্কোভিচের সব সঙ্গীদের লক্ষ্য।对季莫申科 团队成员的调查必须在预选活动开始前完成。
21এই লক্ষ্য পূরণের জন্য আইন বিভাগ এটাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।法庭内的事态发展更加强审判有政治动机的印象。
22আর অপরাধীরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রথম বর্ষে বিরোধীদলের বিরুদ্ধে ইয়াঙ্কোভিচের কার্যালয়ের হিমবাহ-সদৃশ নিপীড়নের ব্যাখ্যা এটাই।预审听证第一天在一个不到四十平方公尺的房间进行,据报房间内一度挤进了一百人 -- 欧盟委员会驻乌克兰代表何塞.
23নির্বাচন-পূর্ব কর্মসূচী ঘোষণার পূর্বেই তিমোশেঙ্কোর দলের বিরুদ্ধে সকল প্রকার তদন্ত অন্তর্ভুক্ত করা হবে।曼努埃尔.
24আদালতের ঘটনাবলিও দেখে মনে হয়েছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বিচার ছাড়া আর কিছুই নয়।平托.
25প্রথম দিন মোকদ্দমার শুনানী যে কক্ষে অনুষ্ঠিত হয়েছিল, তা আকারে ৪০ বর্গফুটের বেশি ছিল না, অথচ সেখানে একশর বেশি লোক উপস্থিত ছিল।塔克薛拉称之为“不人道”,季莫申科就像是苏联时期的政治犯受审。
26ইউক্রেনে অবস্থিত ইউরোপিয়ান কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল পিন্টো টেক্সেইরা এই বিচার কার্যক্রমকে “অমানবিক” [ইউক্রেনীয় ভাষায়] এবং তিমোশেঙ্কোর বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি সোভিয়েত আমলের ভিন্ন মতাবলম্বীদের বিচারের সাথে তুলনা করেন।更糟的是,七月六日法官基列耶夫以扰乱秩序为由,命令季莫申科和她的支持者离开法庭。
27বিষয়টিকে আরো খারাপ করতে, ৬ জুলাই বিচারক কিয়েরেভ, তিমোশেঙ্কো ও তার সমর্থকদের আদেশ অমান্য করার জন্য আদালত ত্যাগের নির্দেশ দেন।博客Ukrainiana的Taras这样叙述这些事:
28ইউক্রেইনিয়ানান ব্লগের তারাস, এভাবে তা বর্ণনা করেছেন:法官不再容忍惯常破坏法庭秩序的行为之后,审判闹剧变成了一场武力展示。
29“বিচারের কৌতুকটি শেষ পর্যন্ত শক্তি প্রয়োগের প্রদর্শনীতে পরিণত হওয়ার পরে, বিচারক যথারীতি আদালতের নির্দেশনা ভঙ্গ সহ্য করতে পারলেন না।受惩罚的有季莫申科和她的支持者,包括七十七岁的国会议员米卡伊罗.
30তিমোশেঙ্কো এবং সোভিয়েত আমলের একজন রাজনৈতিক কারাবন্দী এবং বর্তমান সংসদ সদস্য মিখাইলো কোসিভ (বিওয়াইইউটি)-সহ মোট ৭৭ জন সমর্থকের উপর খড়গ নেমে আসে।”科席夫(季莫申科联盟),他在苏联时期曾是政治犯。
31দৃশ্যতঃ সাংসদদের বিরুদ্ধে পুলিশ প্রথমে শক্তি প্রয়োগ করতে অস্বীকৃতি জানালেও পরে তিমোশেঙ্কোর সমর্থকদের সরিয়ে দেয়ার ও সাংবাদিকদের বের করে দেয়ার জন্য বারকুট নামক বিশেষ নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়েছিল (এখানে তার ভিডিও দেখুন)।显然,当警方拒绝对国会议员使用武力之后,Berkut特种部队被调来将季莫申科的支持者和记者赶出法庭(影片见此)。
32আদালতে উপস্থিত বিরোধীদলীয় সাংসদ আন্দ্রেই শেভচেঙ্কো বারকুট কর্মকর্তাদের কাছ থেকে যে বিশেষ আচরণ পেয়েছেন, তা টুইটারে [ইউক্রেনীয় ভাষায়] বর্ণনা করেছেন:出席的在野党国会议员安德列.
33“আমি প্রথমে খেয়াল করি নি যে, তারা আমার বাহুর হাড় নড়িয়ে দিয়েছে”।舍甫琴科在推特上描述Berkut警官如何对待他:
34ইউলিয়া তিমোশেঙ্কোর ভাষ্য অনুযায়ী, তার আইনজীবীকে ৫০০০ পৃষ্ঠার এই মামলার সাথে তাকে পরিচয় করিয়ে জন্য মাত্র দেড় দিন সময় দেওয়া হয় [ইউক্রেনীয় ভাষায়] ।我一开始没发现,但看来他们把我的手臂弄脱臼了。
35যার জন্য তিনি পর পর তিন দিন, ২-৩ ঘন্টা ঘুমানোর সুযোগ পেয়েছেন, যা শুনানীতে উল্লেখ করা হয়েছিল।根据季莫申科所述,她的律师只有一天半的时间来熟悉长达五千页的案件内容,让他在出席听证会的同时,连续三天都只能睡上两三小时,七月八日他不得不去医院报到。
36৮ জুলাই তাকে হাসপাতালে নেয়া হয়।这一切似乎只让季莫申科在国内外的支持度暴涨。
37সব কিছুর ভিত্তিতে দেখা যাচ্ছে যে, এসবের মূলে হল দেশে-বিদেশে তিমোশেঙ্কোর জনপ্রিয়তা।Ukraine's Orange Blues的亚历山大.
38ইউক্রেনের অরেঞ্জ ব্লুজ-এর আলেক্সান্ডার মতিল একে ব্যাখ্যা করেছেন এভাবে:莫提尔如此解释:
39“যে কোন কিছুর জন্য আপনি আপনার স্পষ্টভাষী, সচ্ছল, আকর্ষণীয়, ধনী, উদ্ধত ও রূপবতী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সর্বশেষ যা করতে পারেন, তা হল, তাকে বিচারে ফেলে দেয়া।对一个卓越、有影响力、有魅力、聪明、善于言词、淳厚又上相的政治对手,你最不该做的就是让她受审。
40এবং আপনার সমর্থক ও প্রমাণ অবশ্যই বিতর্কিত হবে না।当然除非你握有不可动摇的确凿证据。
41এক শক্তিধর বিরোধীর বিরুদ্ধে একটি খারাপ মামলা তিমোশেঙ্কোকে আন্তর্জাতিক তারকায় পরিণত করেছে এবং যেসব ইউরোপীয় দেশে ইয়াঙ্কোভিচের সুসম্পর্ক আছে, সেসব দেশে বিক্ষোভ হয়েছে।用薄弱的案件对付一个坚强的被告,保证会让季莫申科成为国际焦点,使政权受到炮火攻击,尤其是来自亚努科维奇说过想加入的欧洲世界。
42তিমোশেঙ্কোর জনপ্রিয়তা যে বাড়ছে টুইটারেও তার প্রমাণ রয়েছে।季莫申科受欢迎的程度上涨也可以从推特上看出来。
43আদালতের ঘটনাবলি বিষয়ে যখন তিনি নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টটি খুললেন এবং এই ঘটনার উপর যখন সরাসরি লিখা শুরু করলেন, তখনই তার অনুসারীর সংখ্যা দ্রুত বেড়ে ২৩,৫০১-এ এসে দাঁড়িয়েছে।自从她注册了推特帐号并且从法庭内即时发布讯息以来,追踪者数目急速上升,目前已累积了两万三千五百零一人。
44বিচারক এই কার্যক্রম যাতে টিভিতে সরাসরি প্রচার না হয়, বিচারক বুধবারে তার উপর নিষেধাজ্ঞা জারী করায়, এখন তার অ্যাকাউন্টের প্রতি সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে।星期三法官禁止电视实况转播听证会之后,她的帐号更加受到关注。
45টুইটার ব্যবহারকারী স্লাভিক (@স্লাভিক_ক্রায়েভেস্ক), তিমোশেঙ্কোর প্রতি [ইউক্রেনীয় ভাষায়] তার বার্তায় একটি জনপ্রিয় উপসংহার টেনেছেন:推特用户Slavik(@Slavik_Krayevsk)在他给季莫申科的留言中重复了一个普遍的说法:
46@ইয়ুলিয়া তিমোশেঙ্কো, ইয়াঙ্কোভিচ-এর প্রদত্ত চাপের উপর দৃষ্টিপাত করবেন না, শুধুমাত্র টুইটারেই আপনার প্রায় ২৩৫০০ সমর্থক রয়েছে।@Yulia Tymoshenko别在意亚努科维奇的压迫,你光是在推特上就有两万三千五百名支持者。