Sentence alignment for gv-ben-20070828-203.xml (html) - gv-zhs-20070828-606.xml (html)

#benzhs
1গ্রীস পুড়ছে আমরা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই খবরটি শুনেছি: গ্রীস আগুনে জ্বলছে।希腊:山林大火熊熊
2আজ আগুন ছড়িয়েছে প্রাচীন শহন অলিম্পিয়াতে, যেটি অলিম্পিকস ক্রীড়ানুষ্ঠানের জন্মভূমি।原文作者:Yazan Badran
3এখানে অবস্থিত অলিম্পিয়া যাদুঘরে গ্রীসের নামকরা প্রত্নতাত্বিক সংগ্রহগুলো রাখা আছে।各位现在应该都已从新闻得知希腊山林大火消息,今日火势已蔓延至奥林匹亚古城,这里不仅是奥林匹克运动会的发源地,收藏诸多珍宝的奥林匹亚博物馆亦座落于此。
4আগুনের কবলে এথেন্স (ছবি: ফ্লিকার ব্যবহারকারী আলেফবেতাকের সৌজন্যে)Flickr用户alefbetac的雅典火光照片
5এথেন্সের চারদিক যখন আগুনে পুড়ছে গ্রিক ব্লগোস্ফীয়ার এনিয়ে আলোচনা করছেন। এলাস ডেভিল শুধু একটি নামকরা গ্রীক দৈনিকের একটি হেডলাইনেরই পুনরাবৃত্তি করেছেন:此刻雅典周遭地区大火仍在延烧,希腊博客也有些记录,EllasDevil只写下主要报纸《Kyriakatiki Eleftherotypia》的标题:
6হেডলাইনটি অনুবাদ কররে দাড়ায় “আমরা বাকরুদ্ধ”报纸标题写着:「无言以对。」
7গ্রীসে বাসরত একজন আমেরিকান নাগরিক তার ক্যালীফোর্নিয়াক্যাট ব্লগে কি হচ্ছে তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরছেন।
8তিনি আরও লিপিবদ্ধ করেছেন উল্লেখযোগ্য অগ্নিকান্ডগুলোর তালিকা, এগুলোর পেছনের ঘটনা এবং মানুষ কি করে সাহায্য করতে পারে:
9১) শুকনো ঘাস, পাতা বা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় কখনও সিগারেটের টুকরো ফেলবেন না - অনেক বনের আগুন এভাবেই শুরু হয়েছে।
10২) ময়লা পোড়াবেন না ৩) রান্নার চুলোর আগুন যেন নিয়ন্ত্রনে থাকে এদিকে খেয়াল রাখবেন।
11জ্বলন্ত কয়লা বা ছাইয়ের দিকে লক্ষ্য রাখবেন কারন এগুলো হাওয়ায় ছড়িয়ে শুকনো পাতা বা ঘাসের সংস্পর্ষে আসতে পারে।
12৪) বৈদ্যুতিক খুঁটি ও তারের কাছের গাছ কাটার জন্যে স্থানীয় মিউনিসিপালিটির কাছে অভিযোগ করুন। ৫) প্রতিফলনকারী আয়নাকে সুর্যালোক থেকে দুরে রাখুন।居住于希腊的美国人CaliforniaKit提供现况的全面性报导,列出主要火场、相关发展,以及人们能做些什么。
13৬) গ্রামান্চল বা লোকালয় থেকে দুরের বাড়ীতে অগ্নিনির্বাপক সরন্জাম রাখুন: ফায়ার এক্সটিন্গুইশার, একটি পানির আধার হোস/পাম্পসহ, পশমের কম্বল, ঝাড়ু, মই, বুট এবং প্রাথমিক চিকিৎসার সরন্জাম। ৭) কিছু লোক তাদের দরকারী ও মুল্যবান সম্পদ বা কাগজপত্র অগ্নিরোধক সিন্দুকে রাখেন।第一,开车时或行经干草堆、废纸堆或树林时,别将未熄灭的烟蒂随手乱扔,许多山林大火皆由此而生;第二,别放火烧垃圾;第三,随着注意煮食用火,小心可能四散的烟灰、煤火飘至草木引发火灾;第四,不时通报地方政府修剪树枝或清除枯枝,以免与电线接触产生火苗;第五,别让镜面直对阳光;第六,乡村或偏远地区住家应备灭火器、储水、水管、羊毛毯、梯子、钉耙、扫帚、靴子与急救箱,有些人也会将重要文件、照片与贵重物品放入防火保险箱以防万一。
14অগ্নিনির্বাপনকারী রাশিয়ান হেলিকপ্টার (ছবি: ফ্লিকার ব্যবহারকারী এনএক্সডিএক্স)
15এথেনা ব্লগের টিনা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এবং দুস্কৃতিকারীদের জন্যেই এই দুর্বিপাকের জন্যে দায়ী।
16গত দুই দিন ধরে আমি অন্যান্য গ্রীকবাসীর জন্যে গ্রীসের সব অগ্নিকান্ডের খবর রাখছি।
17আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ও রাগ হচ্ছে।Flickr用户nkdx的俄制消防直升机照片
18আমার কষ্ট হচ্ছে এতগুলো মানুষ মরল তার জন্যে, এই পুড়ে যাওয়া বনগুলোর জন্যে, চিরতরে হারিয়ে যাওয়া ইকোসিস্টেমের জন্যে।
19এই ‘ইকোলজিকাল ডিজাস্টার' গ্রীস বা মধ্য সাগরের অন্য অন্চলে আগে দেখা যায়নি।
20আমি রাগান্বিত হচ্ছি এবং বিষ্মিত হচ্ছি।Athena的Tina认为是全球暖化与纵火犯造成这场灾难。
21গত কয়েকদিন আমি এইসব অগ্নিকান্ডের পেছনে বেশ কটি সম্ভাব্য কারন শুনেছি: দুস্কৃতিকারীদের দ্বারা অগ্নিকান্ড অধিক উচ্চারিত কারন। মনে হচ্ছে অনেক লোকেরই মূল উদ্দেশ্য গ্রীসকে ধ্বংস করা।这两天我和所有希腊民众同样关注森林大火,我感到哀痛又愤怒,我为生命、森林、生态系的浩劫与损失而哀痛,这对希腊与地中海地区都是史无前例的重大生态灾难;我也同时愤怒与惊讶,这几天我听到许多火灾的起因,其中纵火者是最大的嫌疑犯,许多人似乎以摧毁希腊为乐,我也相信许多火灾是因他们而起,但我更意外社会并不认为一切是因气候变迁与全球暖化而起。
22এই সম্ভাবনাটাকে আমি উড়িয়ে দিচ্ছিনা।betabug则从雅典住家提供火灾第一手观察:
23কিন্তু আমি বিষ্মিত হচ্ছি যে কোথাও আমি এর চেয়ে যুক্তিযুক্ত কারন খুঁজি পাইনি: ‘আবহাওয়ার পরিবর্তন' বা ‘গ্লোবাল ওয়ার্মিং'। বেটাবাগ অগ্নিকান্ড নিয়ে তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেছেন এথেন্সে তার বাসা থেকে:紧邻雅典的地区又出现森林大火,消防直升机不断在天空中穿梭,我们在阳台上看到数架Canadair、俄制Beriev与直升机,四处烟雾弥漫,我们可以确定Ymittos地区有火灾,天空中还有带黄色的巨大云层,已分不清是烟还是一般云朵。
24এথেন্সের চারপাশে বনগুলো আগুনে জ্বলছে।Flickr用户nkdx的Evia地区森林火灾烟雾照片
25অগ্নিনির্বাপক প্লেনগুলো আমার বাড়ীর উপর দিয়ে গুন্জন করে চলে যাচ্ছে।
26আমরা ব্যালকনিতে গিয়ে কয়েকটি ক্যানাডা এয়ারের প্লেন, একটি রাশিয়ান বেরেভ এবং একটি হেলিকপ্টার দেখলাম।
27চারদিকে প্রচুর ধোঁয়া এবং ইমিত্তোর আগুন (যা আমরা পষ্ট দেখতে পাচ্ছি) ছাড়া একটি বিশাল হলুদ মেঘ দেখা যাচ্ছে যেটি আগুনের ধোঁয়া না মেঘ সেটা বোঝা যাচ্ছে না।
28ইভিয়ার বনের আগুন থেকে ধোঁয়ার মেঘ (ছবি: ফ্লিকার ইউজার এনএক্সডিএক্স)