# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: নাগরিক ভিডিও ও মাদক পাচার | 墨西哥:公民影片与贩毒现实 |
2 | মেক্সিকোর ব্লগাররা রক্তক্ষয়ী সংঘর্ষের দৃশ্য প্রদর্শন করা নাগরিক ভিডিও (সিটিজেন ভিডিও) ও ছবি নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। | |
3 | এই সমস্ত ছবি যে সংঘাতময় চিত্র প্রদর্শন করে সে ক্ষেত্রে কেউ বলছে গণমাধ্যমে মাদক পাচার নিয়ে যে লড়াই, এটি তার এক ধরনের প্রতিরোধ, আবার অন্যদের কাছে এটি এটি কেবল ভয় এবং সন্ত্রাস ছড়ানোর অন্য আরেক মাধ্যম। | |
4 | রাতের মেক্সিকো সিটি নগরী। ছবি এনেয়স ডে ট্রোয়ার, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্স এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | 由于墨西哥大众媒体不愿报导有关贩毒的暴力事件,许多博客在讨论,民众以影片及照片在网络上呈现暴力犯罪样貌,究竟是反映真实,或只是另一种散播恐惧与恐怖的方式。 |
5 | কিছু কিছু মেক্সিকোবাসীর মতে ভয়ঙ্কর সব অপরাধের সংবাদ প্রদানের ক্ষেত্রে প্রচার মাধ্যম তাদের কাজটি ঠিকভাবে করছে না। | |
6 | তারা ভয়ঙ্কর সব মাদক পাচারকারী ও গুণ্ডাদের কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করার বদলে সরকার ও রাষ্ট্রের সমালোচনার দিকে মনোযোগ প্রদান করছে। | |
7 | তাদের কাজ দেখে মনে হচ্ছে, যদি তারা গুণ্ডাদের সব কার্যক্রমের সংবাদ প্রদান করতে পারত। | 入夜的墨西哥市,照片来自Flickr用户Eneas de Troya,依据创用CC授权使用 |
8 | কার্লোস রামিরেজ হার্নানদেজ লা পালাব্রা. কমে ব্লগ করেন। | 有些墨西哥民众认为,媒体没有善尽报导暴力犯罪的责任,只着眼于批评中央及地方政府,而不顾毒品走私及帮派活动,好像试图遮掩这些事实。 |
9 | তিনি মনে করেন মারপিটের মত অপরাধ মূলক কার্যক্রমের সংবাদ প্রদান না করা, প্রচার মাধ্যমের জন্য বিশেষ কোন সুযোগ নয়। তিনি বলেন বিশেষ করে, এটি প্রকৃত অপরাধমূলক কর্মকাণ্ডের পরিমাণ কমিয়ে আনবে না, কেবল তার পরিমাণকে লুকিয়ে ফেলবে। | La Palabra.com的Carlos Ramírez Hernández认为,媒体不能选择不报导帮派犯罪,因为这无法减少实际犯罪活动,只是隐匿不报,媒体不是要鼓吹或赞扬犯罪,而是要正确报导: |
10 | তবে প্রচার মাধ্যমের ভূমিকা হওয়া উচিত নয় যে, সে অপরাধমূলক কর্মকাণ্ডকে গৌরবান্বিত করবে, তার বদলে তার কাজ হচ্ছে শুধু এই বিষয়ে প্রাপ্ত সংবাদ প্রদান করা, তবে তা করা উচিত সঠিক ভাবে: | |
11 | এদিকে প্রচার মাধ্যম তথ্যের উপর মনোযোগ প্রদান করার গুরুত্ব হারিয়ে ফেলেছে। সংবাদপত্র রেডিও এবং টিভিতে পাওয়া সংবাদের বড় অংশই সরকার ও রাষ্ট্রের সমালোচনায় মুখর। | 媒体模糊了资讯焦点,平面与电子媒体花费大量篇幅批评中央与地方政府,而不抨击毒品走私的犯罪问题,导致大众媒体犹如毒枭掌控的看板,而非社会代言人,我们不是要赞美犯罪,而是要用社会工具传递资讯与批判时事。 |
12 | এই সব সংবাদ মাদক পাচারের মত অপরাধের পরিমাণ কমাচ্ছে না। | 媒体该扮演什么角色? |
13 | এটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে কিছু গণমাধ্যমের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা মাদক সম্রাটদের বিলবোর্ড এবং সেগুলো সমাজের মুখপাত্র নয়। | |
14 | এটা কেবল প্রশংসা করার বিষয় নয়, কিন্তু তার বদলে এরা তথ্যকে সামাজিক যন্ত্রে রূপান্তরিত করছে যা বাস্তবতার সমালোচনা করছে। | 上个月四名记者及摄影师遭毒贩绑架,要求电视台播出三段影片,这15分钟未经剪辑的影片后来确实出现在电视萤幕上,其中批判政府与敌对毒枭勾串,影片播出后几天,记者便获释了。 |
15 | তাহলে প্রচার মাধ্যম এখানে কি ধরনের ভূমিকা পালন করবে? গত মাসে এক মাদক পাচারকারী দল চারজন সাংবাদিক ও ক্যামেরাম্যানকে অপহরণ করে। | 媒体表现已非新鲜话题,2007年时,Jorge Zepeda Patterson便提到大众媒体对毒品相关新闻的态度: |
16 | এদের জন্য মুক্তিপণ চাওয়া হয়েছিল তিনটি নারকোটিক ভিডিও টিভি স্টেশনে প্রচারের দাবী জানিয়ে। ১৫ মিনিটের সম্পাদনা ছাড়াই প্রচার করা এই ভিডিও জনতার সামনে কর্তৃপক্ষ এবং বিরোধী মাদক পাচারকারীদের সম্পর্কের বিষয়টি উন্মোচন করে। | 不过大众媒体很难抹灭这些话题,电视新闻常充斥毒品新闻,要改变也不容易,因为这些问题确实很严重,若帮派组织掌控大城市,毒贩 在社区及校园随处可见,法院及警局公然遭毒贩彻底破坏,记者与大众却只字未提,会造成反效果,但现况就是如此,此刻街道与山区正发生一场真正的战争,我们 正节节败退,但如果媒体粉饰太平,维持鸵鸟心态,打胜仗的机会就会更少。 |
17 | যে দিন এই ভিডিও টিভিতে প্রচার করা হয় তার পরের দিনই তাদের মুক্তি প্রদান করা হয়। এটা নতুন কোন উদ্বেগের বিষয় নয়, ২০০৭ সালে জর্জ জেপাডো প্যাটারসন নার্কো ভিডিওর ব্যাপারে প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে লিখেছিল। | 毒枭也愈来愈熟悉网络,甚至在网络上进行公关,还在YouTube网站上散播资讯,例如Last of the Dodos博客浏览某个YouTube频道(目前已停用)后,称之为「湾区毒枭」官方频道,其中要求民众批判另一帮派「Zeta」,还呼吁要维持墨西哥和平: |
18 | তবে, গণ মাধ্যমের পক্ষে এই সমস্ত বিষয় সমূহকে মুছে ফেলা সহজ নয়। | 这是种反常的公共关系,显示联邦政府无力面对各种战争,包括管理舆论在内。 |
19 | যদিও এটা সত্যি যে টিভি সংবাদ ভয়াবহ অপরাধের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকায় পরিণত হয়েছে এবং এটিকে থামানো সহজ নয়। | |
20 | অন্য সব বিষয়ের মধ্যে এসব তুলে ধরা হচ্ছে কারণ যা ঘটছে তা খুবই গুরুত্বপূর্ণ। | |
21 | সাংবাদিকরা সম্প্রদায়ের প্রতি মনোযোগ প্রদান করবে, যদি আমরা অন্য সব বিষয়ের ব্যাপারে কথা বলতে শুরু করি তাহলে সংগঠিত অপরাধ অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে, মাদক পাচারকারী গোষ্ঠী আমাদের প্রতিবেশী এলাকা এবং স্কুলে ও আদালত ভবন এবং পুলিশ সংস্থায় ক্রমাগত ফাটল তৈরি করে যাচ্ছে। | |
22 | মাদক পাচারকারীরা এসব ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে ফেলার চেষ্টা করছে এবং আসলে তা ভেঙ্গে পড়ছে। যেমনটা আমরা আমাদের রাস্তাঘাটে এবং পাহাড়ে পর্বতে এসব বিষয় নিয়ে আলোচনা করছি। | David Sasaki在Información Cívica博客提及墨西哥网络影片的好坏与丑陋一面,毒贩会拍摄行刑、殴打、虐待及招供影片,他亦提到Mica Rosenberg有篇报导: |
23 | আমরা বলছি যে সত্যিকারের এক যুদ্ধ শুরু হয়েছে। | |
24 | এমন এক যুদ্ধ, যেটিতে আমরা পরাজিত হচ্ছি। এমনকি আমরা এই যুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করব, যদি আমরা জনতার মতামতকে একটা সান্তনা প্রদান করি এবং বালিতে মুখ গুঁজে থাকা উটপাখির মত কোন কার্যক্রম পরিচালনা করি, যা হয়ত শান্তি প্রদানকারী বিষয় কিন্তু এক মিথ্যা এক প্রয়াস । | 联邦警察试图追踪犯案者,但影片上传者皆为匿名,没什么实质帮助,Baja California地区主任检察官Maria Guadalupe Licea表示,这些影片确实散播暴力,Mica Rosenberg写道,「Licea认为,新科技与新媒体帮助暴力日增,攻击情况愈来愈惊人,也引发他人模仿」。 |
25 | মাদক পাচারকারীরা গোষ্ঠী ইন্টারনেট ব্যবহারে দক্ষ হয়ে উঠছে এবং তাদের অনেকে এখন অনলাইনে তাদের নিজস্ব গণসংযোগ সাধন করছে। এর একটি উর্বর ক্ষেত্র হচ্ছে ইউটিউব. | 不只是帮派成员或支持者在散布暴力内容,一般民众也会拍摄贩毒枪战受害者的血腥影片或照片,上传原因则各有不同,有些人喜欢吸引目光,也有些人则觉得若大众媒体未提供资讯,他们就自已来,才不会无人知晓现实状况,有些网站希望分享各种资讯,包括人们会遇上犯罪活动的区域、讨论哪些城市较危险、暴力情况加剧、毒枭如何运等。 |
26 | কম। যেমন এই পাঠক এটি “লাস্ট অফ দি ডোডোস” ব্লগে পাঠিয়েছে। | 当民众开始填补大众媒体的空缺,也引发同一个问题,公布许多城市所身陷的暴力情况,会不会造成反效果? |
27 | ডোডোস ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেছে (যা এই মূহূর্তে নিষিদ্ধ করে রাখা হয়েছে), যাকে বলা হচ্ছে গাল্ফ কার্টেল (মেক্সিকোর একদল মাদক পাচারকারী গোষ্ঠী) নিজস্ব চ্যানেল। | |
28 | যেখানে তারা বিরোধী বিরোধী জেটা দলের কারো পরিচয় জেনে থাকে তাহলে তা তুলে ধরার এবং একটি শান্তিপূর্ণ মেক্সিকো গড়ার আহ্বান জানাচ্ছে: | |
29 | গণ সংযোগের ক্ষেত্রে একটি বিপরীত অনুশীলন প্রদর্শন করে যে বিশাল এক যুদ্ধের ক্ষেত্রে মুখোমুখি হবার ব্যাপারে কেন্দ্রীয় সরকারে অদক্ষ, যার মধ্যে রয়েছে গণমতকে নিজের পক্ষে নিয়ে আসা। | |
30 | ইনফরমেসিওন সিভিকা ব্লগে, ডেভিড সাসাকি মেক্সিকোর অনলাইন ভিডিও দৃশ্যের ভালো, খারাপ এবং মন্দ দিক নিয়ে লেখেন ( দি গুড, ব্যাড এন্ড আগলি)। | |
31 | নারকো ভিডিওর (মাদক পাচারকারী ও তাদের কর্মকাণ্ড নিয়ে তৈরি করা ভিডিও) বিষয়ে বলা যায়, সেখানে মাদক পাচারকারী দলগুলো খুন, প্রহার, অত্যাচার, এবং স্বীকারোক্তির ভিডিও পোস্ট করে, এই বিষয়ে ডেভিড মিকা রোজেনবার্গের কথা উল্লেখ করে লেখেন: | |
32 | নামছাড়া পোস্ট করা এই ভিডিওগুলো অপরাধীদের ধরার ক্ষেত্রে কেন্দ্রীয় পুলিশের খুব সামান্য কাজে লাগে, কিন্তু মারিয়া গুয়াদালুপ লিসেয়ার মতে এগুলো কেবল সংঘর্ষের এক চক্র তৈরি করছে। | |
33 | মারিয়া গুয়াদালুপ লিসিয়া নামক ভদ্রলোক বাজা ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগের প্রধান। | |
34 | লিসেয়া বলেন, নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রচার মাধ্যমে সংঘর্ষ একটি চক্রের এক অংশ, যার মধ্যে ধাক্কা দেবার মত হামলাগুলো একই ভাবে অনুকরণ করে খুন করার (কপিক্যাট) এক উৎসাহজনক মাধ্যম। | |
35 | রোজেনবার্গ লিখেছে। | 还是保持缄默更糟? |
36 | তবে কেবল মাত্র যে মাদক পাচারকারী দলের সদস্য বা সমর্থকরাই এই সমস্ত সংঘর্ষের ভিডিও সরবরাহ করছে না: নাগরিকরাও এ ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করছে যা মাদক পাচারকারী গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার ব্যক্তি। | |
37 | এইসব বিচিত্র রক্তাক্ত উপাদানের ভিডিও পোস্ট করার কারণ অনেকে এগুলো অনেক বেশি পছন্দ করছে, অন্যরা মনে করছে যদি গণ মাধ্যম জনতাকে এই সব বিষয়ে কোন কিছু না জানায়, তাহলে তারাই তা জানাবে, কাজেই এই সমস্ত কর্মকাণ্ড এড়িয়ে যেতে পারে না। | |
38 | এই তথ্য জানানোর জন্য বেশ কিছু ওয়েবসাইট প্রতিষ্ঠা করা এই সমস্ত তথ্য প্রদর্শন করার জন্য যার মধ্যে অর্ন্তভুক্ত সেই সমস্ত এলাকা যেখানে লোকজন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় জানতে পারে, বিপজ্জনক শহরগুলো সম্বন্ধে আলোচনা করতে পারে, সংঘর্ষের উত্থান এবং কি ভাবে মাদক পাচারকারী গোষ্ঠীগুলো পরিচালিত হয় সে সম্বন্ধে জানতে পারে। | |
39 | যখন নাগরিকরা সেই ভূমিকা গ্রহণ করছে যা এর আগে গণ মাধ্যম পালন করছিল, তখন একই প্রশ্ন উত্থাপন করা হয়েছে, অনেক শহরে যা ঘটছে সেই সংঘর্ষের বিষয় প্রকাশ করা কি ক্ষতিকর, নাকি চুপ থাকা বেশি ক্ষতিকর? | |