# | ben | zhs |
---|
1 | ইরান: গ্রেফতারকৃত ফটোব্লগার সাবেরের মুক্তির জন্যে আন্দোলন | 伊朗:争取摄影博客获释 |
2 | প্রায় ৭০ জনেরও বেশী ইরানী বিশ্ববিদ্যালয় স্নাতক এবং শিক্ষাবিদরা হামেদ সাবেরের মুক্তি চাইছেন। হামেদ হচ্ছে একজন ইরানী ফটোব্লগার এবং কম্পিউটার বিজ্ঞানী যাকে গত ২১শে জুন তেহরানের রাস্তা দিয়ে হাঁটার সময় গ্রেফতার করা হয়। | 伊朗超过70位大学毕业生及学者连名,呼吁释放伊朗摄影博客兼电脑工程师萨柏(Hamed Saber),他在2010年6月21日因不明原因,在首都德黑兰(Tehran)路上行走时遭逮捕,他的朋友表示,萨柏过去未曾被捕,另指出,萨柏拍摄的有关伊朗抗争运动的照片未经萨柏本人同意,便转载在外国杂志上。 |
3 | তার একজন বন্ধু আমাদের জানিয়েছে যে এই প্রথমবারের মত হামিদ গ্রেফতার হয়েছেন। এই একই উৎস জানিয়েছে যে ফ্লিকারে তুলে দেওয়া হামিদের তোলা ইরানের বিক্ষোভ আন্দোলনের বেশ কিছু ছবি বিদেশী কিছু ম্যাগাজিন তার অনুমতি না নিয়েই ছাপিয়েছে। | 萨柏先前开发网络浏览器Firefox的外挂程式Access Flickr,能够帮助民众绕过伊朗、阿拉伯联合大公国、沙乌地阿拉伯、中国等地过滤Flickr网站的机制,萨柏的一位朋友于是在Flickr论坛上写信,寻求人们支持萨柏。 |
4 | হামেদ অ্যাক্সেস ফ্লিকারের নির্মাতা, যা ফায়ারফক্স ব্রাউজারের একটি এক্সটেনসন যা ইরান, স. | 各位或许已经得知,我们的挚友萨柏因不明原因被捕已近一个月,他是位艺术家,也是Flickr上伊朗人社群的发起人。 |
5 | আরব আমিরাত, সৌদি আরব ও চীনের মত দেশে যেখানে ছবি আপলোড ও শেয়ার করার সাইট ফ্লিকার নিষিদ্ধ, সেখানে বাইপাস করে ওয়েবসাইটটি দেখতে সাহায্য করে। | 除了两通来自不明地点的电话,我们至今毫无他的音讯。 |
6 | ফ্লিকারের আলোচনা ফোরামে হামেদের একজন বন্ধু একটি চিঠি পোস্ট করে তার মুক্তির জন্যে সাহায্য চেয়েছেন: | 他的老友、大学同窗与世界知名大学教授一同写信,要求释放萨柏。 |
7 | আপনাদের অনেকে হয়ত ইতিমধ্যেই জানেন যে প্রায় একমাস হয়ে গেল আমাদের বন্ধু এবং ফ্লিকারে ইরানী দলের প্রতিষ্ঠাতা হামেদকে দৃশ্যত: কোন কারণ ছাড়াই গ্রেফতার করে রাখা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে দুটি ফোন কল ছাড়া আমরা তার কোন খবর পাই নি। | 我们都与他相识许久,有的人从刚加入这个群组的第一天起认识他,有的人则是曾跟他一同旅行,许多人都在Flickr和这个群组上展示摄影作品,甚至认识毕生好友,我自己拜他之赐,才在这里找到许多艺术家朋友。 |
8 | তার কিছু পুরোনো বন্ধু, বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এবং অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা হামিদের মুক্তি চেয়ে একটি চিঠি লিখেছেন। আমরা তাকে অনেক দিন ধরে চিনি. | 如今不知是何原因,让他遭到囚禁,我们要藉此机会,展现与他的友谊与对他的感谢。 |
9 | এই দলের সদস্য হিসেবে বা তার সাথে কোথাও ভ্রমণসঙ্গী হিসেবে। আমাদের অনেকে ফ্লিকারে ছবি যোগ করা শুরু করি এই দলে এবং খুব ভাল বন্ধুতে পরিণত হই। | 我们应该发表声明,捍卫这位老友兼艺术家的立场,让他尽快被释放。 |
10 | আমি নিজে তার প্রতি ঋণী এই গ্রুপ থেকে অনেক শিল্পী বন্ধুকে খুঁজে পাবার জন্যে। আজকে তাকে জেলে ভরা হয়েছে কোন কারণ ছাড়াই এবং আমাদের বন্ধুর ঋণ স্বীকার করার এখনই সুযোগ। | 我不擅书信,各位若有任何想法或建议都能有帮助,各位朋友,我们必须尽快采取行动。 |
11 | আমরা ভেবেছি যে তার শৈল্পিক দিকটি তুলে ধরে আমাদের বন্ধুকে মুক্তির ব্যাপারে আহ্বান জানিয়ে একটি চিঠি লিখলে হয়ত কোন কাজ হবে। | 萨柏的朋友在「释放萨柏」博客写道: |
12 | আমি লেখায় তেমন ভাল না, আপনাদের পক্ষ থেকে কোন উপদেশ, ধারণা বা সাহায্যের মাধ্যমে হয়ত আমরা এটি পারব। তাই দয়া করে আপনারা উত্তর দিন, আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। | 萨柏是一项国际科学竞赛铜牌德主,原有机会移民,但他选择留在伊朗,追求「国家独立与经济成长」。 |
13 | “ফ্রি হামেদ সাবের” ব্লগে হামেদের বন্ধুরা লিখেছে: | 这份声明稿中呼吁伊朗领袖让萨柏获得公正审判。 |
14 | একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল পাওয়া সাবের দেশ ছেড়ে চলে যাবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ইরানে থাকার ইচ্ছা প্রকাশ করেন এর “স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যে”। | |
15 | তাদের এই বাণী ইরানী নেতাদের প্রতি যাতে তারা সাবেরকে একটি সুষ্ঠু বিচারের সুযোগ দেয়। | 校对:Portnoy |