# | ben | zhs |
---|
1 | ইজরায়েল: আগুন এবং বরফের দেশ | 以色列:冰火之地 |
2 | এ বছর বেশ কিছু শীতকালীন ঝড় তীব্র বাতাস, বৃষ্টি এবং বরফপাত ইজরায়েলের বুকে আঘাত হানে, যা দেশটির ব্যপক ক্ষয়ক্ষতি করে। উত্তরে হেরম্যান পাহাড়ে এত বেশী বরফে ঢেকে যায়, যা দেশটির ২০ বছরের ইতিহাসে দেখা যায়নি। | 以色列多数地区本周遭逢强烈风雪,强风暴雨及大雪造成全国各地传出灾情,北部Hermon山脉积雪量达20年之最;几天前,Carmel地区则发生山林大火,造成43人丧生,财物损失估计约1亿至1. |
3 | কারমেল নামক এলাকা এক ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে যাবার পরের দিনই এই বরফ ঝড়ের আগমন ঘটে। | 2亿以色列币。 |
4 | এই দাবানলে ৪৩ জন ব্যক্তি মারা যায় এবং তা প্রায় ১০০ থেকে ১২০ মিলিয়ন সেকেল (ইজরায়েলের মুদ্রার নাম) আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। | |
5 | অনেকের মতে এই সব ঝড় দেশটিতে যে খরা চলছে স্বস্তিদায়ক অবসান ঘটিয়েছে। ইজরায়েলের প্রধান সুপেয় পানির উৎস, সি অফ গ্যালিলি নামক হ্রদের পানি এই সব ঝড়ের পর পাঁচ সেন্টিমিটার বেড়ে যায়। | 许多人倒是乐见雨雪纾解国内旱象,国内主要水库加列列海(Sea of Galilee)水位已因风雨升高五公分。 |
6 | এই আবেগ ইজরায়েলের অনেক টুইটারস্ফেয়ারে প্রতিধ্বনিত হয়। @টেকহেলেট বলছেন: | 不少民众都在Twitter网站上庆祝降雨,@Tekhelet表示: |
7 | আমি আনন্দিত যে ইজরায়েলে এখন ঝড়/বৃষ্টি হচ্ছে এবং বরফ পড়ছে। বারুচ হাশেম। | 很高兴以色列开始下雪与降雨,感谢上苍! |
8 | পিতা তোমাকে ধন্যবাদ! এই সমস্ত ক্ষয়ক্ষতি এবং বাঁধা এবং বিঘ্ন সত্ত্বেও অনেকেই এই বৃষ্টির প্রতি কৃতজ্ঞ। | 尽管造成灾情与不便,许多人仍开心迎接风雨,@MaozIsrael写道: |
9 | @মোয়াজইজরায়েল এর সাথে যোগ করেছেন: | 以色列下雪与下雨了! |
10 | #ইজরায়েলে বরফ আর বৃষ্টি পড়ছে! | 老天终于回应我们的祈祷了! |
11 | স্রষ্টা আমাদের প্রার্থনার উত্তর প্রদান করেছেন! কিন্তু এই ঝড় সকলের প্রার্থনার উত্তর নয়। | 但并非人人都盼望风暴来袭,虽然国内亟需雨量,风暴仍造成各地损害。 |
12 | যদিও প্রচণ্ডভাবে বৃষ্টির প্রয়োজন ছিল, কিন্তু এ সব ঝড় একই সাথে সারাদেশে অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। | Maoz Israel博客张贴部分灾后照片: |
13 | এই ঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে মোয়াজ ইজরায়েল ব্লগ তার কিছু ছবি প্রকাশ করেছে: তেল আভিভের সমুদ্র সৈকত প্রবল বাতাসের তোড়ে এবং ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে | 特拉维夫(Tel Aviv)海滨受强风暴雨侵袭 |
14 | এলোন ইন এ হলি ল্যান্ড এক রোমানিয়ার নাগরিকের ব্লগ যে কিনা আশদদ নামক এলাকা বাস করে। ভদ্রমহিলা তার পরিবারকে নিয়ে এইলাট যাবার পথে ঝড়ের কবলে পরার ফলে কি অবস্থার সৃষ্টি হয় তা বর্ণনা করেছেন: | 来自罗马尼亚的Alone in Holy Land现居Ashdod,她描述自己在风暴中,与家人一同开车前往Eilat的感受: |
15 | এটা ছিল যেন এক নারকীয় কাণ্ড! | 好像在地狱一样! |
16 | প্রথমে শুরু হল বাতাস বওয়া, খুব জোরালো ভাবে তা বইতে শুরু করল, তারপর শুরু হল ধুলোঝড়.. যখন আমরা মিটপে রোমান নামক এলাকা পৌঁছলাম, তখন আবহাওয়া শীতল হয়ে গেল এবং ঠান্ডা বায়ু বইতে শুরু করল.. | 除了有强风,还有沙尘…我们抵达Mitzpe Ramon时,风又大又冷…我吓坏了,强风不断撞上车子的一侧,接着撞上另一侧,我在车里很惊恐,完全哑口无言,胃和喉咙都紧缩得非常小…实在难 以置信…我只能小声祈祷,假装我在别的地方。 |
17 | আমি শঙ্কিত হয়ে উঠলাম। জোরালো বাতাস গাড়ির একদিকের জানালায় এসে ঝাপটা মারছিল, তারপরে অন্যদিকে বাড়ী দিচ্ছিল। | 距离Eilat还有30公里时,沙尘暴嘎然而止,天空一片晴朗,太阳也露脸了。 |
18 | সে সময় আমি আতঙ্কিত হয়ে উঠছিলাম। এমন কি কোন কথা উচ্চারণ করতে পারছিলাম না। | 也有些人将警告抛诸脑后,把握风雨来的时刻,以色列风帆冲浪运动员Shahar Zubari便勇敢迎向大浪。 |
19 | আমার পাকস্থলী একটা মটর দানার সমান হয়ে উঠেছিল এবং আমার কণ্ঠ শুকিয়ে আসছিল, আবিশ্বাস্য.. | 校对:Soup |
20 | যখন আমি গভীর নিঃশ্বাসের সাথে বিড়বিড় করে প্রার্থনা করছিলাম, তখন মনে হচ্ছিল আমি যেন অন্য কোথাও রয়েছি। | |
21 | আমার যাত্রার শেষে, যা কিনা এইলাটের থেকে ৩০ কিলোমিটার দুরে সে সময় হঠাৎ করেই ধূলিঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে এলো এবং সেখানে আবার সূর্যের দেখা মিলল। | |
22 | এবং এরপর তাদের কথা যারা বাতাসের ক্ষেত্রে সতর্ক ছিল এবং ঝড় আবহাওয়ার সুবিধা নিয়েছে। | |
23 | সাহার জুবারে ইজরায়েলের একজন উইন্ড সার্ফার, (বাতাসের সাথে পানিতে সার্ফিং করা বা ভেসে বেড়ানো) তিনি এই আবহাওয়ার মুখোমুখি হন এবং এবং ঢেউয়ের উপর নাচার জন্য বেরিয়ে পড়েন। | |