# | ben | zhs |
---|
1 | পুয়েরটো রিকোঃ যৌনতা নিয়ে রাজনীতি | 波多黎各:性政治 |
2 | এই রাউন্ডআপে পুয়েরটো রিকোর ব্লগাররা নারীবাদ, জন্মদানের অধিকার আর সমকামী বিয়ে নিয়ে আলোচনা করছে। | 在本次的综合报导中,波多黎各部落客关注女性主义、生育权与同性恋婚姻等议题。 |
3 | সমকামী বিয়ের বিতর্ক পুয়েরটো রিকোতে এসেছে কারন খ্রীস্টান দলরা এলায়েন্স ডিফেন্স ফান্ড এর মত আমেরিকার কট্টরপন্থী দল, যারা গর্ভপাত আর সমকামী বিয়ের বিরুদ্ধে লড়ছে তাদের সহায়তায় চেষ্টা করছে পুয়েরটো রিকোর সংবিধান সংশোধনের যেখানে বিয়ে শুধু একজন পুরুষ আর মহিলার মধ্যে বৈধ হবে। | |
4 | কারগাজ ঈ ডেসকারগাজ এ ব্লগ করেন এডুইন ভাজকুইজ। তিনি ভয় পাচ্ছেন যে সংবিধান সংশোধিত হলে যারা একই সাথে সমকামী আর হেট্রোসেক্সুয়াল হয়ে থাকে তাদেরও শাস্তি দেয়া হবে। | 近来同性恋能否结婚的话题在波多黎各发烧,基督教团体与Alliance Defense Fund等美国反堕胎及反同志婚姻的强硬派团体合作,打算推动波多黎各宪法修正案,将婚姻限定为一男与一女之结合。 |
5 | ‘দ্যা ইনকুইজিশান ইন পুয়েরটো রিকো‘ নামক লেখায় (স্পানিশ ভাষায়) উনি দেখিয়েছেন এলায়েন্স ডিফেন্স ফান্ড যে অজস্র মানবাধিকার লংঘন করেছে আর বলেছেন: No permitamos que gente de afuera venga a trastocar NUESTRA CONSTITUCIÓN. | Cargas y Descargas部落格的Edwin Vázquez担心,这项提案可能“让人们合法迫害同居的同性恋者或异性恋者”,在名为“波多黎各宗教法庭”[西班牙文]的文章中,也指出这个美国基金会侵害多项人权,他表示: |
6 | Eso es lo que nos espera en Puerto Rico. | |
7 | Casi veo a la mayoría de los legisladores reuniéndose con estos trogloditas. La línea está trazada y no hay lugar para la indiferencia. | 我们不能让外来者推翻我们自己的宪法,这正是波多黎各今日面对的场景,多数议员似乎都支持这些老顽固,我们有底限与原则不应漠视,要起身捍卫自己权力。 |
8 | A luchar por nuestros derechos. আমরা এটা হতে দিতে পারিনা যে বাইরের কেউ এসে আমাদের সংবিধান নষ্ট করবে। | 纽约兼波多黎各部落客Mamita Mala看过名叫Juno的电影,内容关于一名未婚怀孕的青少女,她在一篇文章中回顾,近期好几部电影都提醒人们,单亲妈妈意外怀孕纵然没有堕胎,同样也能拥有美好生活: |
9 | পুয়েরটো রিকোতে হয়ত আমাদের জন্য এটাই অপেক্ষা করছে। আমি দেখছি যে আমাদের বেশিরভাগ আইন প্রণেতা এটার পক্ষে। | 本来看过Juno之后,我打算带我的十岁女儿也去看,但后来我突然间迟疑了,我女儿和我曾坦然讨论性、怀孕与避孕,但未曾提及堕胎,我准备好触及这个话题了吗? |
10 | সীমানা টানা হয়েছে আর এটির প্রতি অবজ্ঞার কোন স্থান নেই। | 妈,什么是堕胎? |
11 | আমাদের অধিকারের জন্য লড়তে হবে। | 你有堕胎过吗? |
12 | নুইয়রিকান (নিউইয়র্ক + পুয়ের্টোরিকান) ব্লগার মামিতা মালা জুনো নামক চলচ্চিত্র দেখতে সিনেমা হলে গিয়েছিলেন যার গল্পে একটি কিশোরী বিয়ে ছাড়া গর্ভবতী হয়ে যায়। | |
13 | একজন অবিবাহিত মা হিসেবে তিনি একটি লেখার কথা বলেন যেখানে বলা হয়েছে যে বেশ কিছু সাম্প্রতিক চলচ্চিত্রে এই ধরণের গর্ভধারনের পরে গর্ভপাত না করে সব কিছু ঠিক হওয়ার কথা বলা হয়েছে: | |
14 | প্রথমে দেখার পর আমি মনে করেছিলাম আমার ১০ বছরের বাচ্চাকে নিয়ে যাই জুনো দেখতে। কিন্তু হঠাৎ করে থেমে গেলাম। | 嗯,其实我曾经考虑把你堕胎拿掉。 |
15 | আমার মেয়ে আর আমি যৌন মিলন, গর্ভধারণ আর গর্ভ নিরোধক নিয়ে আলোচনা করেছি কিন্তু গর্ভপাত নিয়ে না। আমি কি তার জন্য তৈরি আছি? | 我当然永远都不会这么说,至少不会说得那么直接残忍,但我究竟在这个话题上,希望我女儿获得什么讯息? |
16 | মা, গর্ভপাত কি? তুমি কি কখনো করেছ? | 特别是身为有色人种女性,堕胎愈来愈不容易,尤其现代文化既将年轻女性在性爱中物化,却又同时期望女性坚守贞节。 |
17 | হ্যা, আমি তোমার সময় ভেবেছিলাম। আমি অবশ্য এটা বলতাম না, অন্তত ওইভাবে না কিন্তু এই ধরণের একটা ব্যাপারে আমি আমার মেয়েকে কি জানাতে চাই? | Tinta Digital部落格中,Eugenio Martínez Rodríguez思考[西班牙文],究竟波多黎各新型态的女性主义要追求的目标,是否已不再是男女平等,而是女尊男卑? |
18 | বিশেষ করে একটা সময়ে যখন গর্ভপাতের কাজ পাওয়া কঠিন, বিশেষ করে অন্য রঙের অল্পবয়সী মেয়েদের জন্য। | 可不可能出现“反大女人主义运动”,但同时又不阻止女性争取平权?“ |
19 | এবং এমন একটা সমাজে যেখানে মেয়েদের যৌন ভোগ্য পণ্য হিসেবে দেখা হয় আর একই সাথে আশা করা হয় যে তারা নিজেদের পবিত্র রাখবে। | 我们还有什么其他作法?还是该什么都不做呢?” |
20 | টিন্টা ডিজিটাল ব্লগে ইউজিনিও মারটিনেজ রোড্রিগুজ ভাবছেন (স্পানিশ ভাষায়) যে নারীবাদ নিয়ে পুয়েরটো রিকোতে যে নতুন জোয়ার এসেছে তা কতোটা নারী সাম্যের আর কতোটা নারী উচ্চতার। | |
21 | তিনি জিজ্ঞাসা করেছেন যে এই মহিলা সংস্করণ মাচোইজমের বিরুদ্ধে কোন প্রতিবাদ হবে কি না যেখানে এই কথা আসবে না যে মহিলাদের সমান অধিকার পাওয়া উচিত। | |
22 | তিনি জিজ্ঞাসা করেছেন,”বিকল্প কি? কিছুই না করা?” | 校对:Portnoy |