# | ben | zhs |
---|
1 | জর্জিয়া: আঞ্চলিক রিপোর্টার | 格鲁吉亚:区域记者的力量 |
2 | দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন। | |
3 | বিচ্ছিন্ন ভূমি দক্ষিন ওসেটিয়া নিয়ে জর্জিয়া আর রাশিয়ার মধ্যে বিরোধ জর্জিয়ার বেশ কিছু সরকারী আর স্বাধীন মিডিয়া সাইটের উপর সাইবার আক্রমণের মাধ্যমেও ছড়িয়েছিল। | |
4 | কিন্তু এতে সাংবাদিকরা যুদ্ধের খবর ইন্টারনেটে দেয়া থামিয়ে দেয়ার বদলে, এর ফল উল্টো হয়েছে। | |
5 | অনেক জর্জিয়ান- মিডিয়া ব্যক্তিত্ব আর নাগরিক সাংবাদিকরা নিজেরা ব্লগ শুরু করেছেন (বিশ্ববাসীর উদ্দেশ্যে) এই বিরোধ নিয়ে লেখা বা মন্তব্য করার জন্য। | |
6 | গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাস অঞ্চলের সম্পাদক অনিক ক্রিকোরিয়ান কথা বলেছেন দ্যা ইন্সটিটিউট ফর ওয়ার এন্ড পিস রিপোর্টিং এর কান্ট্রি ডাইরেক্টর শোরেনা রাতিয়ানি আর ওয়েব সম্পাদক গেওরগি কুপাতাজের সাথে তাদের নিজেদের ব্লগ রিজিওনাল (আঞ্চলিক) রিপোর্টার নিয়ে যা রাশিয়া-জর্জিয়া বিরোধ তুলে ধরছে: | |
7 | গেওরগি কুপাতাজে: এটি গত ৮ই আগস্ট স্থাপন করা হয় যখন বেশীরভাগ স্থানীয় জর্জিয়ান ওয়েব সাইট হ্যাক করে বন্ধ করে দেয়া হয়। | |
8 | আমরা সিদ্ধান্ত নেই একটা ব্লগ তৈরি করার কিন্তু গতানুগতিকভাবে না। | |
9 | আমরা কোন মন্তব্য ছাড়া আমাদের সাংবাদিকদের কাছ থেকে খবর শুধু দিতাম। এইসব সাংবাদিকরা আমাদের প্রকল্পে আঞ্চলিকভাবে অংশগ্রহণ করছিল। | 为了南奥塞梯,格鲁吉亚与俄罗斯两国爆发冲突,同时间多个格鲁吉亚政府与独立媒体网站也面临互联网攻击,但黑客攻击非但无法阻止记者运用互联网进行报导,许多格鲁吉亚专业记者与公民记者反而纷纷设立博客,报导或评论这场战事。 |
10 | সেই সময় আমরা রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়াসহ ব্যাপক এলাকা থেকে থেকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেতাম এই বিরোধ নিয়ে। | |
11 | পরে, আসলে গতকাল আমরা জানতে পারলাম যে আমাদের ব্লগ ওয়ার্ডপ্রেস. কম এর হোস্ট করা ব্লগের মধ্যে ১২তম জনপ্রিয় ব্লগ। | 全球之声高加索区域编辑Onnik Krikorian访问「战争暨和平报导中心」格鲁吉亚主任Shorena Ratiani,以及该网站编辑Giorgi Kupatadze,讨论他们有关乔俄两国冲突的博客「Regional Reporters」[俄文]。 |
12 | ‘পেজ ভিউজ' খুব পরিষ্কার হিসাব না অবশ্যই, কিন্তু বিকেলে আমরা যখন ব্লগটা দাঁড় করাই, সন্ধ্যার মধ্যে প্রায় ৩০,০০০ বার আমাদের ব্লগের পাতা দেখা হয়েছিল পাঠকদের দ্বারা আর এটা শুধুমাত্র প্রথম দিনে। | |
13 | আমাদেরকে অবশ্য মন্তব্য বন্ধ করে দিতে হয় যখন (বলতে গেলে) বিপরীত পক্ষের লোকদের খারাপ মন্তব্য সেখানে দেখা দিতে থাকে। | |
14 | অ. ক্রি: এটা দু:খের বিষয় কারন লেখার নীচে মন্তব্যে বেশ কিছু দরকারী জিনিষ উঠে আসতে পারে। | Onnik Krikorian:Regional Reporters博客何时成立? |
15 | এটা মডারেট করা কি সম্ভব ছিলনা? | |
16 | গে. কু. | 为何成立? |
17 | : হ্যা, এটা দু:খের বিষয় কিন্তু আমাদের এতো লোকবল আর সময় ছিলনা তা করার। প্রথম পাঁচটি লেখার জন্য মন্তব্য খোলা ছিল ব্লগ তৈরির কথা ঘোষণার আগে, কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ১০০টির বেশী মন্তব্য এল। | Giorgi Kupatadze:博客成立于8月8日,当时格鲁吉亚多数网站若非遭黑客入侵,便是遭到封锁,我们于是决定成立博客,不过形式有些不同,请区域内参与计划的记者提供报导,但没有加入评论,之后在冲突期间,得到来自俄罗斯、亚美尼亚、亚塞拜然、格鲁吉亚等国记者的消息。 |
18 | দুর্ভাগ্যবশত: এদের বেশীর ভাগই ঠিক করার দরকার ছিল আর আমাদের এটা করার সামর্থ ছিল না। অ. | 我们在8月23日发现,我们的博客在Wordpress.com热门列表排名第12位,浏览页面数当然不是很清楚的指标,不过我们于8月8日下午成立博客后,当晚便有近三万人次浏览量,那只是第一天,不过我们后来得把回应区关闭,因为所谓的「另一方」留下许多不雅字句。 |
19 | ক্রি: দক্ষিন ওসেটিয়ার ঘটনার জন্য সাইটটা শুরু করা হয়, কিন্তু ব্লগিং প্লাটফর্ম ব্যবহার করা কেন এর জন্যে? গে. | OK:真可惜,有时响应区里的讨论也很有意义,有没有可能稍微调整留言内容后张贴? |
20 | কু. : আমরা সিদ্ধান্ত নিলাম যে এই রকম অবস্থায় জর্জিয়ার ভেতর আর বাইরের কিছু উপকারী উৎসের কাছ থেকে খবর পাওয়ার জন্যে এটি উপযুক্ত মাধ্যম হবে। | GK:确实很可惜,但我们的人力与时间实在不足,在博客正式对外公告前发布的五篇文章里,原本有开放响应区,但五分钟之内便出现超过百件留言,而且多数都需要调整,可是我们没有人力。 |
21 | এখানকার লোকদের জন্যও এটা দরকারী ছিল, বিশেষ করে সেইসব এলাকায় যেখানে তথ্যের সীমিত ব্যাপ্তি ছিল। | OK:这个网站是因为南奥塞梯战事而成立,但为何要使用博客形式? |
22 | শোরেনা রাতিয়ানি: আইডাব্লিউপিআর এর আগে কখনো ব্লগ ব্যবহার করেনি, কিন্তু বিরোধের প্রথম থেকে আমরা এত ফোন পেয়েছি যে (মনে হয়েছে) এটা দরকার ছিল। | |
23 | আমরা স্বল্প সম্পদ আর লোকবল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু গেওর্গি এটাকে চালাতে সমর্থ হয়েছে আর খুব বড় সফলতা পেয়েছে। অ. | GK:我们觉得在这种情况下,能汇集格鲁吉亚国内外民众提供的消息最有用,这对当地人民也很必要,尤其许多国家的信息都受到管控。 |
24 | ক্রি: আপনারা কেন ওয়াডপ্রেসকে বেছে নিলেন লাইভজার্নাল না নিয়ে যা ভুতপূর্ব সোভিয়েত ইউনিয়নে বেশী জনপ্রিয়? গে. | Shorena Ratiani:「战争暨和平报导中心」从未使用博客平台,但因为在战事初期,我们接到许多来电,所以有必要使用博客,一开始资源与人力都有限,不过Giorgi还是努力运作,结果非常成功。 |
25 | কু. | |
26 | : প্রধানত: কারন আমার ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞতা বেশী আর এটাই স্বাভাবিক মনে হয়েছে। অ. | OK:LiveJournal在前苏联地区很热门,为何你们却选用Wordpress? |
27 | ক্রি: অন্যান্য আইডাব্লিউপিআর অফিস থেকে এই ব্লগের ব্যাপারে আপনারা কি কোন সাড়া পেয়েছেন? শো. | GK:因为我对Wordpress较熟悉,所以很自然就选择它。 |
28 | রা. : হ্যা, আইডাব্লিউপিআর এর প্রধান অফিস [লন্ডন] খুব খুশী হয়েছে যা সন্তোষজনক যেহেতু আমরা ঠিক জানতাম না যে এই ব্লগ সাফল্য পাবে যে পরিমান পেয়েছে। | OK:其他「战争暨和平报导中心」分支对这个博客有无反应? |
29 | অ. ক্রি: রাশিয়ান ছাড়া অন্য ভাষায় লেখাগুলো দেয়ার কোন পরিকল্পনা আছে কি? | SR:有,伦敦总部相当高兴与满意,因为我们过去对于博客模式是否会成功不太确定。 |
30 | শো. রা. | OK:除了俄文,有没有计划使用其他语言? |
31 | : এটা পরিকল্পনায় ছিল না আর এখনও (রুশ ভাষাভাষী) স্বেচ্ছাসেবকরাই এটা চালাচ্ছে। অ. | SR:事前并无此规划,一切都是志愿进行。 |
32 | ক্রি: আমার ধারনা যে ব্লগ সম্পর্কে আপনাদের আগে কোন অভিজ্ঞতা ছিলনা, কিন্তু এখন কি আপনারা একে তথ্য প্রচার করার একটি মাধ্যম হিসাবে দেখছেন? শো. | OK:我推测你们过去并无博客经验,而现在是否看见博客做为散播信息媒介的潜力? |
33 | রা. : হ্যা, তবে কিন্তু আমাদের সামর্থের উপরও ব্যাপারটি নির্ভর করে। | SR:的确,但这取决于我们有多少资源,博客在格鲁吉亚虽称不上热门,但我们成立博客后,我肯定对它更加有兴趣。 |
34 | যদিও আমি বলতে পারিনা যে জর্জিয়াতে ব্লগ জনপ্রিয়, এখন আমারা এটা শুরু করেছি, আমি অবশ্যই এতে বেশ আগ্রহ পাচ্ছি। গে. | GK:我没有常更新博客,但时常浏览,博客潜力确实很大,格鲁吉亚国内的博客数也在增加,这个趋势应该不会变。 |
35 | কু. : আমি নিজে খুব বেশি কার্যকরভাবে ব্লগ করি না, কিন্তু আমি পড়ি। | Regional Reporters[俄文]。 |
36 | অবশ্যই এর বড় সম্ভাবনা আছে। | 校对:nairobi |
37 | জর্জিয়ান ব্লগের ক্ষেত্রে, এখন এর সংখ্যা বাড়ছে, আরা আমার মনে হয় তা বৃদ্ধি পাবে। | |