Sentence alignment for gv-ben-20090415-2325.xml (html) - gv-zhs-20090404-2255.xml (html)

#benzhs
1পানি নিয়ে ওয়ান টেক আয়োজিত আর্ন্তজাতিক ভিডিও প্রতিযোগিতা「一镜到底」:国际水资源影片竞赛
2“পরিষ্কার ও নিরাপদ খাওয়ার পানি পাবার অধিকার কি মৌলিক মানবাধিকার?[本文连结皆为英文]
3কেন?「取用洁净安全的饮用水是基本人权吗?
4বা কেন না?”原因为何?」
5এই প্রশ্ন করেছে ওয়ান টেক আপনার নিজের ভাষায় উত্তর দেয়ার জন্য, যা একটি ২ মিনিটের বেশী দীর্ঘ না এমন ভিডিওতে রেকর্ড করতে পারেন।
6এই ভিডিওটি পরে তাদের সাইট আর ডটসাবে আপ্লোড করা যাবে আর এটাকে অন্তত আর একটা ভাষায় সাবটাইটেলকৃত করা হবে। এই মাসেই বিশ্বের নেতারা তুরষ্কের ইস্তাম্বুলে একত্র হবেন বিশ্ব পানি ফোরামের সম্মেলনে উপরের আলোচনাটি করতে।这是「一镜到底」这项活动提出的问题,希望参与者以自己的语言回答,录制为最长两分钟的影片,上传至活动网站与DotSub网站,至少加上一种其他语言的字幕。
7তাদের কেউ কেউ যদিও মনে করেন যে পানি অধিকার না বরং একটা মৌলিক চাহিদা হতে পারে কিন্তু কিছু দেশ, যার মধ্যে আমেরিকা, চীন আর কানাডা আছে, তারা মনে করে না যে এটাকে একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত করা উচিত।
8এই প্রতিযোগীতা আমাদের সুযোগ দেখানোর যে আমরা কোন ব্যাপারটায় বিশ্বাস করি, আর আমাদের কন্ঠ শোনাতে পারি। আপনার এন্ট্রি জমা দিতে পারবেন এপ্রিল ১৫ থেকে জুন ১৫ এর মধ্যে, একজন একটি করে এন্ট্রি যাতে অনেকের সুযোগ হয়।全球领袖于三月在土耳其伊斯坦堡参加世界水资源论坛讨论这项议题,有些人认为水资源是基本需求,而非权利,美国、中国、加拿大等国并不认为用水应列为基本人权。
9পুরস্কার হিসেবে রয়েছে প্রথম স্থানের জন্যে ৫০০ আমেরিকান ডলার, রানার্স আপের জন্য ৩০০ আমেরিকান ডলার আর আমেরিকান ডলার ৩০০ পাবে যে ভিডিওতে সব থেকে বেশি ভাষায় সাবটাইটেল থাকবে সেটি।
10প্রতিযোগীতার পুরো নিয়ম এখানে পাওয়া যাবে। নীচের ভিডিওতে তথ্য আছে প্রতিযোগীতায় অংশগ্রহণ আর যোগ্যতা সম্পর্কে য অনুসারে বিজয়ীদের বাছাই করা হবে।透过这个活动,我们有机会表达自己的看法,让别人听见自己的声音。
11ডটসাবের মাধ্যমে এই ভিডিওতে বিভিন্ন ভাষার সাবটাইটেল আছে। তারা যে বিষয়ের উপরে ভিত্তি করে বিচার করবে তা হলো: চিত্র আর শব্দ কতোটা পরিষ্কার, লেখার মান, ক্যামেরাতে সামনে দেয়া বক্তব্য, আর বিষয় সম্পর্কে তাদের অনুভুতি আর বিশ্বাস আর নতুনত্ব।活动期间从4月15日至6月15日止,每人限制上传一段影片,共同争取三个奖项,首奖奖金500美元,亚军奖金300美元,字幕语言种类最多影片奖金300美元,比赛规则全文请见此,以下片段包括参赛资讯及遴选标准,也透过DotSub网站加上多种语言字幕。
12এখানে একটা প্রতীকি ভিডিও তারা আপলোড করেছে দেখাতে যে কি ধরনের ভিডিও তারা খুঁজছে: যদি পানির স্বল্পতা নিয়ে আপনি জানতে চান, ‘দ্যা ওয়ার্ল্ডস ওয়াটার‘ ব্লগ সুপারিশ করে ইরিনা সালিনার ফ্লো তথ্যচিত্রটিকে।评比标准包括:影音清晰度、内容品质、镜头前的表现、热情、说服力及创意。
13এর ট্রেলার আপনি এখানে দেখতে পারেন।以下是主办单位的示范影片,呈现他们所寻找的影片类型:
14এই তথ্যচিত্র ভারত, বলিভিয়া, ইউরোপীয় দেশসমূহ আর আমেরিকার উদাহরণ নিয়েছে এই বার্তা পৌছানোর জন্য: যদি প্রত্যেক মানুষের বাঁচার জন্য পানি প্রয়োজন (কারন আমরা ৭৫% পানি দিয়েই তৈরী), তাহলে পরিষ্কার পানি শুধু তাদের জন্য কেন যারা এর মূল্য দিতে পারবে আর তাদের জন্য না যাদের এটা প্রয়োজন? ডটসাব একটা স্বেচ্ছাসেবীমূলক ভাষান্তর আর সাবটাইটেল সমাজ।若各位想瞭解水资源议题,The World's Water博客推荐Irena Salina的记录片《FLOW》,预告片段请见此,这部记录片包括印度、玻利维亚、欧洲国家及美国的例子来表达:若每个人都需要水来维生(毕竟人体有75%是水分),为何干净水源得花钱购买,但有需要的人却无法取得?
15যেকেউ ভিডিওর ভাষান্তর এখানে যোগ করতে পারে আর আপনি চাইলে অন্য ভিডিওর ভাষান্তর করতে পারেন। শুরু করার জন্য আপনার কেবল দরকার লেখাসহ আপনার ভিডিও আপলোড করা আর তারপরে অন্যদের বলা সাইটে তাদের ভাষান্তর দেয়া, শেষ হওয়া ভাষান্তর আপনা আপনি ভিডিওতে দেখা যাবে।DotSub是个翻译与字幕制作社群,任何人都能为影片翻译字幕,并且为其他影片翻译,只要先上传影片及原文逐字稿,就可邀请其他人协助翻 译字幕,成品会直接出现在影片上,不过在这个比赛中,除了原本的影片和逐字稿,至少还要准备另一种语言的字幕才可参赛,若各位已决定参赛,请在文末留言, 我们会观赏你的作品!
16এই প্রতিযোগিতার জন্য অবশ্য লেখা ছাড়াও আপনাকে অন্য একটা ভাষায় ভাষান্তর দিতে হবে।
17আপনি যদি অংশগ্রহণ করেন, দয়া করে মন্তব্যে সেটি জানান, আমরা তা দেখে নেব!校对:dreamf