Sentence alignment for gv-ben-20091023-7093.xml (html) - gv-zhs-20091022-4023.xml (html)

#benzhs
1নেপাল: বায়োগ্যাস বিপ্লব একটি বায়োগ্যাস প্লান্ট।尼泊尔:生质沼气革命
2ছবি ফ্লিকার ব্যবহারকারী মারুফিশের। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় তা ব্যবহার করা হয়েছে।生质沼气槽照片来自Flickr用户Marufish,依据创用CC授权使用
3নেপাল এমন এক দেশ যেখানে জাতি সস্তা ও গ্রহণযোগ্য জ্বালানির অভাব নিয়ে সমস্যায় রয়েছে। এই বাস্তবতায় সেখানে বায়োগ্যাস নেপালের জন্য একটা সুসংবাদ বয়ে এনেছে।生质沼气科技正在尼泊尔掀起绿色革命,据WWF的资料,尼泊尔近87%的家户以烧柴供应主要能源,不过生质沼气也正逐渐成为替代品,国际通讯社法新社近期报导指出,尼国在国内生质沼气厂协助下,不断以碳排放配额贸易获利,2007年利得约60万美元。
4গ্লোবালওয়ার্মিং আর্কলাইন নামের একটি ব্লগ দেখাচ্ছে কি ভাবে কৃষিজাত জ্বালানি নেপালে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনতে পারে।
5ব্লগটি বলছে যে স্বল্প ব্যয়ে তৈরি করা যায় এমন প্রযুক্তির এই বায়োগ্যাস নেপালের গ্রামবাসীরা সহজেই ব্যবহার করতে করে:
6“বায়োগ্যাস তৈরি করা তেমন কোন জটিল কাজ নয়। স্বল্প ব্যয় ও প্রযুক্তিগত উপাদান দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়।由于该国不断尝试寻找廉宜又永续的能源,生质沼气对尼泊尔确实是件好消息。
7এর জন্য একটা গর্ত খুঁড়তে হয় যা কোদাল দিয়ে বানানো সম্ভব এবং চারপাশের যে পাথর দিয়ে এর সুরক্ষা তৈরি করা হয়, সেটি আধুনিক দূষণ মুক্ত ভাবে বানানো হয়।
8এরপর এটাকে ঢেকে দেওয়া এবং এর ভেতরে তৈরি হওয় গ্যাসকে একটা ট্যাঙ্কের মাধ্যমে বয়ে নিয়ে আসা খুব সহজ এবং প্রয়োজনীয় ব্যবহার করার পর এর মূল কাঠামো সামান্য ঠিকঠাক করে একে পুনরায় কাজে লাগানো যায়”।
9এর জন্য যে সমস্ত উপাদান দরকার তা সহজলভ্য। এ কারণে সহজেই এটি বানানো সম্ভব এবং নিশ্চিতভাবে বলা যায় এটি কাজ করে।Globalwarming Arclein博客常分析农业能如何帮助减少碳排放量,认为生质沼气制造科技门槛低,故居住在尼泊尔乡村的多数民居皆可采用:
10গ্যাস তৈরির পর যে উপাদান তৈরি হয় তা ঘাঁটাঘাঁটি করা আনন্দদায়ক নয়, কিন্তু একই ধরনের অন্য কাজেও একই রকম ঘটনা ঘটে।
11যদিও বাড়ি গরম করার জন্য এটি যথেষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে না, কিন্তু রান্না ও পানি গরম করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি সে উৎপন্ন করতে পারে এবং এই কাজটি করে অনেক পরিচ্ছন্ন ভাবে।
12বায়োগ্যাস উৎপাদনে নেপালের সাফল্যে তার প্রতিবেশী দেশগুলোকেও উৎসাহিত করতে পারে। নেপালের ঘনিষ্ঠ মিত্র ভারতও তার বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটানোর জন্য বিকল্প জ্বালানির খোঁজ করছে।生质沼气制造毋需高科技,只需用铁铲做个贮水槽,用石头做成内壁,即可发挥腐化作用,覆上盖子,将生质沼气引至储存槽也很简单,使用上也不需准备太多设备,大多随手可得。
13দ্রুত এক শিল্পোন্নত দেশে পরিণত হবার জন্য ভারতের এখন ব্যাপক পরিমাণ জ্বালানির প্রয়োজন। সাউথ এশিয়া ব্লগের রাজিব আহমদে যিনি দক্ষিণ এশিয়ার ব্যবসা ও সামাজিক বিষয়ের উপর মনোযোগ প্রদান করছেন, তিনি বলছেন:最重要的是知道如何制造生质沼气,之后清理烂泥的过程虽然感觉会不太好,但也不需要复杂技术,虽然可能不足以供应全家暖气,但用来烹饪及煮水肯定足够。
14বায়োগ্যাসের উপর আমার প্রচণ্ড আগ্রহ রয়েছে, কারণ আমি বিশ্বাস করি এটা কেবল নেপালের জন্য নয়, তার প্রতিবেশী দেশ সমূহ যেমন ভারত ও বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় বিকল্প জ্বালানি হতে পারে।
15বায়োগ্যাস সেক্টর পার্টনারশীপ ইন নেপাল (বিএসপি-নেপাল) নেপালের এক এনজিও যা দেশটিতে বায়োগ্যাস ব্যবহারের উপর প্রচারণা চালাচ্ছে। তাদের সহায়তা দেশটিতে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত প্রায় ১৭২,৮৫৮ বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র বসানো হয়েছে।生质沼气在尼泊尔成功后,或许也能启发邻国,印度也期望能发展替代性能源,以应付国内快速工业化的庞大能源需求,Razib Ahmed在以南亚商业及社会议题为主的South Asia Blog指出:
16এর ফলে, প্রায় ১০ লক্ষ লোক এর মাধ্যমে সুবিধা লাভ করছে। ১০ লক্ষ সংখ্যাটি হয়ত অনেক বেশি মনে হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে মূলতঃ গ্রামে বাস করা গরীব লোকেরা এই প্রযুক্তির মাধ্যমে সুবিধা লাভ করেছে।我对生质沼气很感兴趣,因为相信潜力无穷,无论在尼泊尔、印度与孟加拉皆然,尼泊尔的非政府组织BSP-Nepal积极推广生质沼气,至2008年6月为止,已经支持兴建172,858座生质沼气槽。
17কেবল তাই নয়, আমি এই বিষয়টির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে, নেপাল তার জ্বালানির শতকরা ১০০ ভাগই আমদানী করে। কাজেই একটি বায়োগ্যাস কেন্দ্র তৈরি হওয়া মানেই নেপালের কিছু বৈদেশিক মুদ্রা সঞ্চয় হওয়া।超过百万人因此受惠,各位或许不觉得百万很多,但这些民众都是居住于乡村的贫民,因为这项技术而获益,况且尼泊尔国内石油100%倚赖进口,故每一座生质沼气槽都代表为国家省下一点钱。
18নেপালে বায়োগ্যাস সম্বন্ধে আগ্রহ কমে আসেনি। কয়েক বছরের কঠোর পরিশ্রম এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে বিষয়টি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।尼泊尔对生质沼气的兴趣并未退烧,经过多年努力与仔细规划后,已吸引众多人注意,2005年Mallika Aryal在RenewableEnergyAccess报导,尼泊尔希望藉生质沼气发展永续运作与获利:
19যদি ২০০৫ সালের দিকে ফিরে তাকাই রিনিউয়েবলএনার্জিএক্সেসের মল্লিকা আরোয়াল নেপালের বায়োগ্যাসের মাধ্যমে গ্রহণযোগ্য বা স্থায়ী আয় করা যায় এমন জ্বালানির জন্য অনুসন্ধানের কথা জানিয়েছিলেন।
20বায়োগ্যাস ব্যবহার দেশটির ৭৫টি জেলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ২০০৯ সালের মধ্যে ২০০,০০০ বায়োগ্যাস স্থাপনা চালু করার পরিকল্পনা রয়েছে।
21দেশটির যে কোন গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে ৩০০ মার্কিন ডলার (২১,০০০ টাকা প্রায়) লাগে।
22সরকারের ভর্তুকি দেওয়ার কারণে গ্রামের লোকজন সহজে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করতে পারে। এক্ষেত্রে একজন ব্যক্তিকে ২০০ মার্কিন ডলার বিনিয়োগ করতে হয় এবং এক বছরের মধ্যে তার বিনিয়োগের টাকা উঠে আসে।尼泊尔生质沼气支援计划在全国75区已拓展至66区,并计划在2009年完成20万生质沼气槽,适合乡村家庭使用的沼气槽要价300美元,政府补助让设备更加平价,民众只需花费200美元,成本只需使用三年即可回收,相当划算!
23বলা যেতে পারে এটা বেশ ভালো বাণিজ্য! এখন বায়োগ্যাস বিশ্বের পরিবেশের জন্য একটা ভালো বাণিজ্য।尼泊尔的生质沼气槽对全球环境也颇为划算,京都议定书于2005年12月在尼泊尔生效后,国家便可将使用生质沼气省下的二氧化碳排放量对外交易,最高每年可赚500万美元。
24নেপাল, কিয়োটে প্রটোকল অনুসারে ২০০৫-এর ডিসেম্বরে বিশ্ব উষ্ণায়ন রোধ চুক্তিতে স্বাক্ষর করে।若想进一步瞭解生质沼气如何帮助尼泊尔,以下是由日本东京城市大学Nepal Project提供的影片。
25এরপর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নি:সরণ না করা নেপালের জন্য অপরিহার্য হয়ে পড়ে।校对:Soup
26তখন থেকে দেশটি বায়োগ্যাস ব্যবহার করে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনে এবং বছরে প্রায় ৫ মিলিয়ান ডলার সঞ্চয় করে।
27কি ভাবে বায়োগ্যাস নেপালকে সাহায্য করছে সে সম্বন্ধে জানতে চাইলে, টোকিও সিটি ইউনির্ভাসিটির নেপালী প্রকল্পের বায়োগ্যাস নিয়ে তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন।