# | ben | zhs |
---|
1 | মার্টিনিক: “মানুষের মতো চিন্তা করুন”, শুধু ফ্রান্সে নয় | 马提尼克1:《读懂男人心》,独漏法国 |
2 | মিস ব্ল্যাক ফ্রান্স ২০১২ নির্বাচনকে ঘিরে বিতর্কের মাত্র কয়েক সপ্তাহ পর আরেকটি প্রশ্ন আফ্রিকীয় বংশোদ্ভুত ফরাসি জনগণ আলোচনা করছে: প্রেক্ষাগৃহ এবং নাট্যমঞ্চগুলোতে মার্কিন চলচ্চিত্র “থিন্ক লাইক এ ম্যান (মানুষের মতো চিন্তা করুন)“-এর মুক্তি বাতিল নিয়ে। | 就在所有争论都围绕着 2012 年法国黑美人大选(Miss Black France 2012)的几个礼拜后,非裔法国人开始讨论起另一个问题:美国电影《读懂男人心》(Think Like A Man)的电影院上映档次遭到撤销。 |
3 | মার্কিন চলচ্চিত্রটি কীভাবে ফরাসি সামাজিক বিতর্কের জায়গা করে নিয়েছে? | 为何一部美国电影会在法国舆论中占有一席之地? |
4 | যতোই বিস্ময়কর হোক না কেন উত্তরটি চলচ্চিত্রটিতে অভিনয় করা সমস্ত কালো কুশীলবেই নিহিত। | 答案可能令人有些惊讶,事实上正是因为这部电影的演员皆为黑人。 |
5 | দেশের বহুজাতি ভিত্তিক জনসংখ্যার সকল উপাদান ন্যায্যভাবে প্রদর্শন না করার জন্যে প্রায়শঃই ফরাসি চলচ্চিত্রের প্রতি আঙ্গুল তোলা হয়। | 法国电影经常因为没有公平地反映出该国多元种族人口的组成,而遭到诟病。 |
6 | লে ইনটাচেবলস (অস্পৃশ্য) চলচ্চিত্রের জন্য ফরাসি আফ্রিকীয় অভিনেতা ওমর সাই ২০১২ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সিজার পুরস্কার অর্জন করেছেন। | 虽然最近的卖座电影《逆转人生》(Les Intouchables)让法籍非裔演员欧玛. |
7 | সিনেমাটির সাম্প্রতিক সাফল্য আফ্রিকা এবং ক্যারিবীয় বংশোদ্ভুত ফরাসি নাগরিকদের মধ্যে বিশাল গর্ব এবং আশা্র সঞ্চার করলেও সেটা গভীর এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটি সন্ধিক্ষণ রূপে প্রতিভাত হতে পারেনি। | 希(Omar Sy)夺下 2012 年法国凯撒奖最佳男演员的殊荣,使得出身非洲和加勒比海地区的法籍人士倍感荣耀与充满希望,但这不足以造成深远且持续的改变,甚至连转折点都称不上。 |
8 | মানুষের মতো চিন্তা করুন সিনেমার পোস্টার | 《读懂男人心》的电影海报 |
9 | মার্টিনিকের ব্লগার বন্ডামাঞ্জাক এই কলঙ্কিত বিজয়ের পর খুবই নাক সিটকিয়েছেন। | 马提尼克的一名博客 Bondamanjak 在这场带有污点的荣耀后,挖苦地解释 [Fr] 欧玛. |
10 | তিনি যেমন ব্যাখ্যা করেছেন [ফরাসী] যে ওমর সাইয়ের এই পুরস্কার মনোনয়নের সবকিছুই স্বাভাবিকভাবে হয়নি, বরং তা ঘটেছে থিয়েটার দর্শকদের বিশাল সংখ্যার কারণে। | 希得到提名授奖并非自然而然的,而是归因于电影院的超高观影人次。 所有法国人就像一个整体似的,都忘了欧玛. |
11 | আর সমস্ত ফরাসি জনগণ শুধু একজন ওমর সাই'কেই সিজার মনোনয়নের জন্যে চূড়ান্ত তালিকাভুক্ত করতে ভুলে গিয়েছিল […] থিয়েটারে এর ১ কোটি ৯০ লক্ষ দর্শক হওয়ার পরই কেবল জনগণ ফরাসি সিনেমা শিল্পের ঘৃণার মনোভাবটি নিয়ে চিৎকার করতে শুরু করে এবং তারা তাদের ভুল স্বীকার করে। | 希并非一开始就列入凯撒奖的提名名单中 […]。 直到《逆转人生》在电影院的观影人次破 1900 万之后,人们才开始对法国电影业发出不平之鸣,并承认先前的错误。 |
12 | তবে নিশ্চিত থাকুন এই পুরস্কারটি চালিয়ে নেয়ার জন্যে মরুভূমির মধ্যে সুযোগসন্ধানী জলের একটি বিন্দু মাত্র। | 然而,这座奖仅是在荒芜沙漠中前行的一点机运、一滴甘露。 |
13 | সিনেমাতে বর্ণবাদী (জাতিগত) প্রোফাইলিং কীভাবে ব্যাখ্যা করা যাবে? | 如何解释电影中呈现的种族貌相(racial profiling)2? |
14 | মার্টিনিকের ব্লগ বো কে জনগণ নিগ্রো সংবাদের ফেসবুক পৃষ্ঠায় “ফ্রান্স চলচ্চিত্রে দম্পতির দুজনকেই কৃষ্ণাঙ্গ দেখতে চায় না” শিরোনামে প্রকাশিত একটি নোট [ফরাসী] সম্পর্কে রিপোর্ট করেন। | 马提尼克的博客 “People Bo Kay” 转贴了一则黑人新闻(Negro News)的 Facebook 页面上公开的消息 [Fr],标题为“法国人不想要看到电影里都是黑人情侣”。 |
15 | ব্যাপক প্রচার পাওয়া এই বিশ্লেষণটি ফ্রান্সের সাম্প্রদায়িকতা এবং রাজনীতি সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যেগুলো থেকে হয়তো চলচ্চিত্রটি প্রত্যাখ্যানের ব্যাখ্যা পাওয়া যেতে পারে। | 这则分析虽然已经遭骇撤除,但它揭露了法国的社群主义3与政治思维,应该足以说明该电影为何被封杀。 |
16 | ফরাসি রাষ্ট্রের আর্থ-সামাজিক কৌশলটি কমিউনিটিগুলোকে মূল্যায়ন করার পরিবর্তে বরং নানা জাতির মধ্যে সম্পর্ককে বেশি সমর্থন করে। | 不可忽视的一点是,法国社会存在着一种社会政治策略,即颂扬大熔炉,而非支持各个社群的价值。 |
17 | “মানুষের মতো চিন্তা করুন” কমেডিতে মনোযোগ কৃষ্ণাঙ্গ দম্পতি উপর নিবদ্ধ। | 而在喜剧《读懂男人心》中,黑人情侣是一大焦点。 |
18 | এই নোট অনুসারে ফ্রান্সে আফ্রিকীয়-মার্কিন চলচ্চিত্রগুলোকে (তাদের লাভজনকতা সত্ত্বেও) আটকে দেয়ার অন্য ব্যাখ্যাটি হলো: | 根据这份消息,对于法国封杀非裔美国电影(而不考量其利润)的其他解释为: 黑人演员兼制作人泰勒. |
19 | ‘আমি কেন বিবাহিত' এবং ‘অশ্বেতাঙ্গ মেয়েদের জন্যে'-এর মতো চলচ্চিত্র দিয়ে মার্কিন বক্স-অফিসে বরাবর নেতৃত্ব দেয়া সত্ত্বেও কৃষ্ণাঙ্গ অভিনেতা এবং প্রযোজক টাইলার পেরি'র সিনেমাগুলো কখনো কোনো ফরাসি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি বা শুধুমাত্র ডিভিডিতে মুক্তি পায়। | 裴里(Tyler Perry)的电影从未在任何法国电影院上映,最多仅发行DVD,即便他已多次拿下美国票房冠军,像是《我为什么结婚》(Why did I get Married)、《有色女孩》(For Colored Girls)。 |
20 | আফ্রিকীয় অভিবাসীদের একটি ইতিবাচক বার্তা প্রদান করার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা কৃষ্ণাঙ্গ প্রযোজকদের সিনেমা প্রদর্শন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে ফরাসি সমাজ ভণ্ডের মতো আচরণ করে। | 虽然很多黑人制片的电影传达了正面讯息给各地非裔人民,因而赚进数百万元,法国社会仍惺惺作态地认为他们的电影不值得散播出去。 |
21 | একইভাবে, লা স্ক্যান্দালিউজের মহিলা ব্লগারদের সম্মিলনের মতো অন্যান্য ফরাসি আফ্রো-ক্যারিবীয় নেটনাগরিকরা কিছু কিছু বিখ্যাত ফরাসি চলচ্চিত্রের পত্রিকা এবং ওয়েবসাইট প্রকাশ্যে যেভাবে সিনেমাটির এবং এর চরিত্রাভিনেতাদের অবমূল্যায়ন করেছে, তার জন্যে নিন্দা জ্ঞাপন করে [ফরাসী]: | 循着同样的脉络,在非洲和加勒比海法属领地的网民们,例如网站“丑闻”(La Scandaleuse)上聚集的女性博客们,则谴责 [Fr] 某些知名的法国电影杂志和网站公开低估这部电影及其卡司阵容。 |
22 | কীভাবে আসলে কৃষ্ণাঙ্গপ্রধান একটি চলচ্চিত্র বক্স-অফিসের নেতৃত্ব দেয় সেটা প্রিমিয়ারে, এফআর (Première.fr) বুঝতে পারে না! | 网站“Première.fr” 无法理解,一部主要由黑人演员担纲的电影怎么可能夺得票房冠军! |
23 | যেহেতু তারা কোন অভিনেতাদেরই চিনেন না, তাই তারা লিখতে সাহস করেন যে ‘এই কমেডির কাহিনীটি প্রচলিত এবং এতে কোন বিখ্যাত অভিনেতা (যাদের মধ্যে সর্বাধিক পরিচিত গায়ক ক্রিস ব্রাউন) নেই।' | 因为对这些演员一无所知,他们才敢写出“这部喜剧的剧情平淡无奇,且无知名演员参与(歌 手克里斯小子 [Chris Brown] 是演员中最为知名的一位)。” |
24 | পাঠকরা কী সব অভিনেতাদের জন্যে ফিল্মোগ্রাফি তৈরী করে? | 难道观众应该要为你们列出所有演员的演艺经历吗? |
25 | না এটা আপনাদের কাজ! | 不,这是你们的工作! |
26 | লা স্ক্যান্দালিউজ অনুসারে, বিশ্ববিখ্যাত এসব আফ্রিকীয়-মার্কিন অভিনেতাদের সম্পর্কেও জ্ঞানের এই অভাব একটি ফরাসি প্রবণতারই প্রতিধ্বনি তোলে: | 根据“丑闻”的说法,就算这些非裔美籍演员是人们热烈讨论的全球知名人物,法国的趋势仍是缺乏对这些明星的认知: |
27 | হয়তো ফ্রান্সের মতো দেশে যেখানে কৃষ্ণাঙ্গ অভিনেতারা কদাচিতই কোনো চলচ্চিত্রে অভিনয় করে সেখানে “মানুষের মতো চিন্তা করুন” এর বিশাল সাফল্য বুঝতে পারা খুবই বিস্ময়কর! | 或许在法国这样一个黑人演员难出头的国家,看到《读懂男人心》这部电影的成功,是多么让人惊讶的事! 这部电影并没有因为其演员或导演,而呈现出非裔美国片的样貌。 |
28 | না অভিনেতা-অভিনেত্রীরা না পরিচালক কেউই চলচ্চিত্রটিকে কেবল আফ্রিকীয়-মার্কিন হিসেবে উপস্থাপন করেনি। | 这是一部全球性的电影,正说明了它的票房成绩如此亮眼的原因! 以各地非裔民众为导向的网站“ Afrik.com”更用下列所述来强调 [Fr]: |
29 | এটি একটি সার্বজনীন চলচ্চিত্র, যা চার্টগুলোর মাধ্যমে এর সাফল্যের ব্যাখ্যা দেয়!। | 如果说“Première.fr” 的这篇文章看起来肯定是没做好研究工夫,那么本片就是在所有被拒绝发行或上映的电影中最显著的例子,显示出这些以黑人演员为主的电影不被信任,或者其最终 的成功也不被肯定。 |
30 | আফ্রিকীয় অভিবাসীভিত্তিক আফ্রিক. | 他们以合理的利润考量为藉口,使得这“类型”电影不管是法国片或美国片,几乎都无法在法国的电影院里看到。 |
31 | | 本文中的影像《读懂男人心》取自于 Film_Poster,依照姓名标示-非商业性-相同方式分享 2.0 通用版 (CC BY-NC-SA 2.0) 创用 CC 授权条款。 |
32 | কম (Afrik.com) আরো যোগ করে এর ভার বাড়ায় [ফরাসী]: প্রিমিয়েরে. | 前往 Film_Poster's flickr 相片集。 |
33 | এফআর প্রকাশিত নিবন্ধটিতে একেবারে স্পষ্টভাবেই গবেষণার একটি অভাব রয়েছে। | 1马提尼克位于加勒比海,是法国的一个海外省。 |
34 | তবে সর্বোপরি অন্যান্যগুলোর মতো কৃষ্ণাঙ্গপ্রধান অভিনেতা-অভিনেত্রীসমৃদ্ধ চলচ্চিত্র অথবা এর সম্ভাব্য সাফল্য নিয়ে ফরাসি চলচ্চিত্র শিল্পের ব্যবসা করতে না চাওয়ার আরো একটি উদাহরণ। | 2 种族貌相指的是对不同种族有带偏见的总结,例如认为黑人都有暴力犯罪倾向、义大利人都是黑手党、中国人喜欢占便宜、犹太人刻薄吝啬、中东人都是恐怖分子等等。 |
35 | ফরাসি বা মার্কিন যাই হোক না কেন, এ'ধরনের' চলচ্চিত্রকে আটকে দেয়ার জন্যে তারা ফরাসি প্রেক্ষাগৃহগুলোর দেয়া একটি ঝুঁকিহীন আর্থিক যুক্তির আড়ালে লুকাতে চায়। | 3社群主义的主张是:个人认同与价值观的形成并非出于个人意志,而是透过一个人与他所生存的社群之间的交互作用而成,因此要理解一个人,也必须从他所身处的社群背景来理解。 |