# | ben | zhs |
---|
1 | ইরান: প্রতিবাদের জন্যে শিল্প | 伊朗:抗争艺术概览 |
2 | ইরানে অনুষ্ঠিত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে যখন ব্লগার এবং নাগরিক মিডিয়া ব্যবহারকারী শিল্পীরা তাদের শিল্প কর্ম দিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। | |
3 | নির্বাচনের ফলাফল বাতিলের সপক্ষে বিক্ষোভ যখন তুঙ্গে উঠছে, প্রতিবাদকারীদের উপর সরকারের দমন ও নীপিড়ন বেড়েই চলেছে। | 博客与公民记者不断提供各种设计与漫画,为伊朗6月12日总统大选后的抗争活动增加一抹艺术色彩。 |
4 | ওদিকে নাগরিক মিডিয়ার কল্যানে বিশ্বের অনেকেই প্রতিবাদের শ্লোগান এবং নীপিড়নের শিকারদের সম্পর্কে জানতে পারছেন। | 目前要求宣布选举无效的抗争仍在进行,政府镇压抗议群众的手段也未曾停止,拜公民媒体之赐,世界各地也持续得知抗议口号与受害民众情况。 |
5 | ব্লগার, ডিজাইনার এবং কার্টুনিষ্ট লেগো ফিস এটি প্রকাশ করেছেন “আমাদের ভোট কোথায়?”: | 这是博客、设计师兼漫画家Lego Fish的作品: |
6 | ভোট ফর ইরান হচ্ছে নেদারল্যান্ড থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট যা ইরানের নির্বাচন সম্পর্কে নাগরিক মিডিয়া ও বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর সংবাদ তুলে ধরে। | VoteFor Iran设于荷兰,张贴来自公民媒体与主流媒体的伊朗危机报导,他们的作品则是: |
7 | এটি প্রকাশ করেছে “ইরানের প্রতিবাদ সমাবেশের উপর নির্যাতন বন্ধ কর”: একজন জনপ্রিয় ব্লগার ও অনলাইন কার্টুনিস্ট নিক আহাং কোশার নেদাকে তুলে ধরেছেন, যে সম্প্রতি একটি প্রতিবাদ সমাবেশে গুলিতে মারা গেছেন। | 知名网络漫画家兼博客Nik Ahang Kosar的作品以Neda为主角,这位年轻女子在抗争中遭枪击身亡,漫画中她在死后成为天使,而凶手在漫画中则大喊:「都是你的错!」。 |
8 | তাকে দেখানো হয় এক দেবদুত হিসেবে যাকে তার হত্যাকারী অঙ্গুলী নির্দেশ করে বলছেন ‘তোমারই দোষ ছিল'। | Asian在Facebook针对Neda的作品: |
9 | নীচে ফেসবুকে আসলানের আঁকা নেদার স্মরণে একটি পোস্টার। সর্বশেষে নীচে রয়েছে একটি কার্টুনের পোস্টার যা কথিত আছে যে প্রতিবাদ সমাবেশগুলোতে বিতরণ করা হয়েছিল। | 以下作品据传在伊朗街头上发送,其中写道:「伟大的上帝,谎言是错、枪枝是错、子弹是错」。 |
10 | এটি ফার্সী ভাষায় বলছে “আল্লাহ মহান, মিথ্যা বলা খারাপ, রাইফেল খারাপ এবং বুলেটও খারাপ।” | 校对:Soup |