Sentence alignment for gv-ben-20100127-9035.xml (html) - gv-zhs-20100228-4746.xml (html)

#benzhs
1ভিডিও: মাদক বৈধকরণ এবং জীবনের উপর প্রাক-প্রতিবন্ধকতা তৈরি网络影片,毒品合法化主张发声
2সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা উচ্চকণ্ঠে মাদককে বৈধ করার দাবি জানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তার মানে কি?
3হান্গেরি থেকে কলম্বিয়া, তরুণ থেকে শিক্ষক, পুলিশ থেকে যাজক, ব্যক্তি থেকে দল, এর সবাই সম্ভাব্য এই বিতর্কিত বিষয়টির পক্ষে যুক্তি প্রদান করতে সিটিজেন মিডিয়া বা নাগরিক প্রচার মাধ্যম ব্যবহার করছে।
4হান্গেরিতে হান্গেরিয়ান সিভিল লির্বাটি ইউনিয়ন বা হান্গেরির নাগরিক স্বাধীনতা সংগঠন বিভিন্ন বিষয়ের উপর থেকে তারা প্রতিবন্ধকতা উঠাতে চায়।
5মাদককে বৈধ করার প্রচেষ্টা, এ রকম একটি বিষয়।图片来自Ricardo Martins
6এই বিষয়ের উপর গত বছরে তারা প্রায় ৭০টির বেশি সংক্ষিপ্ত চলচ্চিত্র তৈরি করেছে এবং তাদের ভাষায়:
7২০০৯ সালটি ছিল ভিডিওর মাধ্যমে কন্ঠস্বর তুলে ধরার এক ব্যস্ত বছর।世界上有些团体主张毒品合法化,但实际上代表什么意义?
8আমাদের নির্মিত চলচ্চিত্রের বেশিরভাগই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নীতি নিয়ে।
9তবে আমরা ইউরোপীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উদ্যোগ নীতির (ইউরোপীয়ান ড্রাগ পলিসি ইনিসিয়েটিভ বা ইডিপিআই) অধীনে এ সব চলচ্চিত্র নির্মাণ করেছি।
10ভিয়েনাতে আমরা এক চলচ্চিত্র নির্মাণ করেছি। বিশ্বে মাদক নিয়ে যে যুদ্ধ চলছে তার বিরুদ্ধে, সেখানকার জাতিসংঘ ভবনের সামনে এইচসিএলইউ-এর করা প্রতিবাদের উপর চলচ্চিত্র তৈরি করা হয়েছিল।从匈牙利到哥伦比亚、从青年至教师、从警察到宗教领袖,许多个人及团体都运用公民媒体,表达他们对此争议话题的看法。
11এছাড়া হল্যান্ডের সীমান্তবর্তী শহরে মাদক পর্যটনের উপর তদন্ত করে এক চলচ্চিত্র তৈরি করা হয়েছে। ডেনমার্কে হিরোইন নামক মাদকের উপর সামনে যে কর্মসূচি হবে তার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।「匈牙利公民自由联盟」关注的议题非常多元,其中包括毒品合法化,过去一年该组织制作超过70部短片,他们表示:
12সুইডেনে মাদক নিয়ন্ত্রণের উপর যে কঠোর আইন ছিল তার ইতিহাস এবং ব্যর্থতা এবং স্টকহোমে নিডিল এক্সচেঞ্জ বা সূচ বিনিময় কর্মসূচি নামক অনুষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা সফলভাবে রুশ বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে সাহায্য করেছি, যারা নিডিল এক্সচেঞ্জ নামক কর্মসূচিতে রুশ সরকারের সাহায্য প্রদান না করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নিতে অস্বীকার করেছে।2009年的影片倡议工作相当忙碌,绝大多数作品与毒品政策相关,涉及「欧洲毒品政策计划」,例如在奥地利维也纳拍摄本联 盟发起 的反对全球毒品战抗争、调查荷兰边境城镇的毒品观光业、介绍丹麦即将进行的海洛因计划、呈现瑞典严格禁毒政策的历史与失败经验、支持瑞典斯德哥尔摩落实针 头交换制度等,我们已成功协助俄罗斯非政府组织,帮助他们在政府拒绝资助后,取得「全球基金」推动针头交换计划,并成功在吉尔吉斯推行减害方案(harm reduction programs),以遏止爱滋病蔓延。
13কিরগিজস্তানে সফল ভাবে এইচআইভির বিস্তার কমিয়ে আনার ক্ষেত্রে ক্ষতি কমিয়ে আনা বা রিস্ক রিডাকশন অনুষ্ঠানসূচি নামক প্রচারণার সফল বাস্তবায়ন হয়েছে।
14নিচের ভিডিওতে এইচসিএলইউ, মাদক নীতি সংস্কার চান এমন নেতাদের সাক্ষাৎকার নিয়েছে ।
15এটি নেওয়া হয়েছে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদক নীতি সংস্কার সম্মেলনে।
16সেখানে মাদক নিয়ন্ত্রণের ভবিষ্যৎ এবং নিয়ন্ত্রণ আইন অপসারণ করার ক্ষেত্রে কি কি করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে:
17গত বছরের মে মাসে কলম্বিয়ার সব শহরে মারিজুয়ানা বৈধ করার দাবিতে এক প্রতিবাদযাত্রা অনুষ্ঠিত হয়।
18একই সাথে সারা দেশে ব্যক্তির ক্ষেত্রে তা বৈধ করার দাবিতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
19জুয়ান ডেভিড এসকোবার ব্লগে প্রচুর ভিডিও জমা দেন। তিনি উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।在以下影片中,该联盟在2009新墨西哥国际毒品政策改革会议现场,访问毒品政策改革领袖,论及未来毒品管控情况,以及废止禁毒法将有何意义:
20মেডিলিনে অনুষ্ঠিত “ব্যক্তির ব্যক্তিগত বিষয় থাকা উচিত”(পারসোনাল ডাজ অফ পারসোনালিটি”) নামক অনুষ্ঠান ও একই সাথে মারিজুয়ানা মাদক বৈধ কর দাবি নিয়ে যে প্রতিবাদযাত্রা অনুষ্ঠিত হয় তিনি তার ছবি আমাদের তুলে ধরেছেন। তিনি লিখেছেন:哥伦比亚全国各地去年五月发起大麻合法化游行,希望让个人使用不再成为犯罪,影音博客Juan David Escobar也参与其中,并提供美德因(Medellin)地区「个人使用无罪」活动记录,以及大麻合法化游行实况。
21কলম্বিয়ায় বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাদক উৎপাদনকারী রাষ্ট্র এবং প্রায় চার দশক ধরে দেশটি মাদক নিয়ে যুদ্ধ, মাদকের কারণে হানাহানি, মাদকের ব্যবহার, মারিজুযানা, কোকেইন, হিরোইন পাচারের এক প্রতীকী রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে।
22গত বছরের ২৬ শে মার্চ, দেশের প্রধান শহর ও উন্মুক্ত স্থানে দক্ষিণ আমেরিকার মাদকসেবীরা জড়ো হয়।
23তাদের উদ্দেশ্য ছিল এক সাথে ছবি তোলা।他提到:
24সেখানে সবাই প্রদর্শন করে এবং দেখায় ব্যক্তি কি করতে পারে। যেমনটা একটা দেশে একক এক ব্যক্তি নিজস্ব স্বাধীনতা প্রকাশ করে থাকে, যা সামান্য স্বাধীনতা প্রদান করে।哥伦比亚是重要毒品生产国,将近40年来,也象徵着因大麻、古柯硷、海洛因走私而引发的战争、消费与暴力,活动主办单位呼吁在3月26日这天,请哥国大众走上街头拍照记录,让人们展现个人使用毒品情况,在这个没什么自由的国家里,表达一点个人自由。
25মেক্সিকোতে মোরেলস এলাকার হাই স্কুলের ছাত্রদের সুযোগ হয়েছে মাদককে বৈধ করা নিয়ে বিতর্ক করার। তারা এক শ্রেণীকক্ষে বসে ছয়টি ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্কে অংশ নেয় (১ম খণ্ড, ২য় খণ্ড, ৩ খণ্ড, ৪র্থ খণ্ড, ৫ খণ্ড, ৬ষ্ঠ খণ্ড)।墨西哥Morelos地区中学生运用机会,在教室里讨论毒品合法化的问题,anivdelain将内容分为六段上传至网络(一、二、三、四、五、六),以下为结尾影片,主持人表示若法案通过,每个人就要自行决定是否使用毒品,并确定用途「无误」。
26এর উদ্যোক্তা ছিল এনিভেডেলিয়ান নামক প্রতিষ্ঠান। লেখার পরবর্তী অংশটি এর উপসংহার, “এখানে সমন্বায়ক” বিতর্ক শেষ করেন এই বলে যে, যদি মাদককে বৈধ করে আইন করা হয়, তা হলে তার দায়দায়িত্ব ব্যক্তির উপর বর্তাবে।LEAP这个组织在网站上表示,他们反对禁令,是因为禁令无效,尽管政府使用监禁、严刑峻法与大笔经费反毒,毒品却愈来愈便宜、愈来愈容易得到,药效也愈来愈强,在以下影片中,警察与宗教领袖一起讨论反毒战,提及宗教人士在反毒过程所扮演的角色,例如提供吸毒者谘询服务,或是给予他们希望,而不是用囚禁方式剥夺希望:
27তখন তাকে নির্ধারণ করতে হবে সে কি মাদক ব্যবহার করবে কি করবে না।各位的国家是否考虑将毒品除罪化或合法化?
28এবং তাকে নিশ্চিত হতে হবে যে মাদক ব্যবহার তার স্বাস্থ্যের জন্য “প্রয়োজনীয়”।
29মাদক নিষিদ্ধ না করার বিরুদ্ধে যে আইনি সংস্থাটি কাজ করছে তার নাম “মাদক ব্যবহারকে নিষিদ্ধ করার বিরুদ্ধে এক আইনী সংস্থা” বা লিপ (ল ইনফোর্সমেন্ট এগেইনস্ট প্রোহেবিশন)।
30তারা তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে যে, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে, কারণ এটি কাজ করে না; জেলে ঢোকানো ছাড়াও, মাদক ব্যবহারের বিরুদ্ধে কঠিন আইন তৈরি করা হয়েছে এবং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রচুর টাকা খরচ করা হচ্ছে।
31বর্তমানে মাদক অনেক সস্তা, এবং তা পাওয়া অনেক সহজ এবং মাদকের ক্ষমতা অনেক বেশি।舆论对此有何意见?
32নিচের ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশেরা যাজকদের সাথে মিলে ভিন্ন ধরনের এক জুটি বেঁধেছে।
33এই জুটি মাদকের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা করছে।你个人有何看法?
34তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধে যাজক বা প্রশান্তি প্রদানকারীর ভূমিকা নিয়ে কথা বলছে।将吸毒者列为罪犯,究竟能否遏止走私及毒品使用?
35তারা বলছে মাদকসেবীদের কাউন্সিলিং বা তাদের সাথে বসে আলাপ করা এবং আশা তৈরি মধ্য দিয়ে তাদের সাহায্য করা সম্ভব।
36তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছিনিয়ে নিয়ে জেলে পোরার চেয়ে তাদের এইভাবে সাহায্য বেশি প্রয়োজন।
37আপনার দেশের আইন কি মাদক ব্যবহার শাস্তিযোগ্য নয় বা অবৈধ নয় বলে বিবেচনা করে?还有其他方法吗?
38এ ব্যাপারে নাগরিকদের দৃষ্টিভঙ্গি কি এবং এই ব্যাপারে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কি?
39মাদক ব্যবহারকারীকে শাস্তি দিলে কি মাদক পাচার এবং এর ব্যবহার কমে যাবে, অথবা মাদকের হাত থেকে বের হয়ে আসার অন্য কোন উপায় রয়েছে কি?