# | ben | zhs |
---|
1 | কোস্টা রিকা: অনলাইন ভিডিও রাষ্ট্রপতি নির্বাচনে হাস্যরস যোগ করছে | 哥斯达黎加:总统大选网络幽默影片 |
2 | ছবি থম্বো২ এর ফ্লিকার পাতা থেকে নেওয়া হয়েছে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে। | |
3 | এই রোববারে কোস্টা রিকায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে অনেক কোস্টা রিকাবাসী নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী ও দেশটির ভবিষ্যৎ-এর ব্যাপারে তাদের চিন্তা ব্যক্ত করছে। | |
4 | তবে তারা এটি করেছে কৌতুক ও অনুকরণীয় ব্যঙ্গ বা প্যারোডির মাধ্যমে। | 照片来自Flickr用户thombo2,依据创用CC授权使用 |
5 | প্রথমত, অনলাইনে উঠানো এক ভিডিও আমাদের কাছে রয়েছে, যা প্রকাশ করেছেন এল বাসুরেও। | |
6 | এই ভিডিওতে প্রাচীন সমস্যার সমাধান নতুন এক সৃষ্টিশীল পন্থায় করার প্রস্তাব করা হয়েছে। | |
7 | সমস্যাটি হচ্ছে কাকে ভোট দিতে হবে তা না জানা। কোস্টা রিকার এবারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। | 哥斯达黎加将于2月7日举行总统大选,许多民众对于候选人及国家未来,都透过幽默及讽刺表达关心。 |
8 | তাদের মধ্য চারজন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন: এরা হলেন ন্যাশনাল লিবারেশন-এর লোরা চিনচিলা, লিবারেশনের অটো গুয়েভারা, সোশালডেমোক্রাটের অটোন সলিস এবং সোশাল ক্রিশ্চিয়ান দলের লুইশ ফিশাম্যান। এল বাসুরেও এক নতুন যন্ত্রের কথা প্রস্তাব করছেন যা বিভিন্ন প্রার্থীদের চরিত্র একজনের মধ্যে মেশাবে ও তাকে মানানসই করবে এবং এই মিশ্রণের মধ্যে দিয়ে যে নামটি আসবে সেটি জ্বলতে থাকবে এবং কোস্টা রিকার রাজনৈতিক পরিস্থিতিতে মাথা নত করে থাকবে। | 首先是El Basureo上 传的网络影片,对于人们长久以来不知该投票选谁,提供创新解决方案,此次大选共有六位候选人,其中四人位居领先群,包括「国家解放党」的Laura Chinchilla、「自由党」的Otto Guevara、「社会民主党」的Otton Solis、「社会基督党」的Luis Fishman;El Basureo提议制作一套新机器,混合搭配候选人特质,最后出来的人选或许最后符合哥国政局。 |
9 | অনলাইন ভিডিও নিজেকে এমন এক উপায় হিসেবে তুলে ধরে যার মাধ্যমে বিভিন্ন তথ্য অন্যদের কাছে পৌঁছানো সম্ভব এবং অডিওভিজুয়াল প্রচারণা অনেক সময় স্বল্প সময় প্রচার করার পর টেলিভিশন থেকে সরিয়ে নেওয়া হয়। ফিশম্যানের প্রচারণার বিজ্ঞাপনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। | 过去影音文宣与资讯在电视上短期播出后就消失,网络影片则能延长传播期限,例如Luis Fishman的竞选广告中,成人扮成穿尿布的婴儿,边跳舞边弹钢琴,再加上孕妇,以及知名竞选口号「Fishman,较不差的选择」;这个片段也引来许多讽刺作品,例如下一段影片,唯一差别在于配音及字幕,其余内容皆沿用原版广告: |
10 | তার এই বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক পোশাকের লোক যেন শিশুর ডায়াপার বা শিশুদের পোশাক পরে নাচছে এবং পিয়ানো বাজাচ্ছে, গর্ভবতী মহিলারা এই বিজ্ঞাপনে রয়েছে এবং তার সাথে এই প্রচারণা তার অতি পরিচিত সুর যা বিজ্ঞাপনের স্লোগানের সাথে বাজছে। | |
11 | এই আওয়াজটি হচ্ছে, “ফিশম্যান, অন্যদের চেয়ে কম শয়তান”। এই বিজ্ঞাপন অনুকরণ করে ব্যঙ্গাত্মক কিছু কৌতুক বা প্যারোডির জন্ম হয়েছে, যেমনটা পরের এই ভিডিওটি করেছে। | LaErre.tv也提供对选举的观点,推出「总统候选人组合」,包括所有需要踏入政坛的用品,片段最初文字为:若你厌倦其他政治人物的承诺,也受不了偷窃就得入狱,为何不自己参选解决问题? |
12 | এর কেবল যে জিনিসটি পরিবর্তিত হয়েছে তা হল এর শ্রবণ যোগ্য অংশ বা অডিও এবং সাবটাইটেল বা উপশিরোনাম, বিজ্ঞাপনের বাকী অংশে কোন রকম পরিবর্তন করা হয় নি: | |
13 | লাইরে. টিভি নির্বাচন উপলক্ষ্যে নিজেদের কিছু জিনিস উপহার দিয়েছে: রাষ্ট্রপতি প্রার্থীর বিভিন্ন জিনিস বহনকারী ঝোলা। | 接着影片便解释必要技能、热门用语,以及取得这个组合并照做之后,会得到什么效果。 |
14 | রাজনৈতিক পেশা আরম্ভ করার জন্য যা যা দরকার তার সব কিছু এই ঝোলার মধ্যে রয়েছে। | |
15 | এর শুরুতে লেখা রয়েছে: যখন আপনি অন্য রাজনীতিবিদের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করবেন এবং যখন চুরির দায়ে জেলে যাবেন, তখন কেন নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন না ও নিজের সমস্যার সমাধান করবেন না? | |
16 | এই কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন এটি তার ব্যাখ্যা দেয়, কৌশলগত যে সমস্ত শব্দ এবং আত্মবিশ্বাস প্রয়োজন তা আপনার কাছে চলে আসবে, একবার যদি আপনি সেই জিনিসে ভর্তি ঝোলা নিয়ে নেন এবং সেই মোতাবেক কাজ করেন। | |
17 | এলচামুকসোর এক ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটিতে অটোন সলিসকে নিয়ে মজা করা হয়েছে। | Elchamukocr也张贴一段影片取笑候选人Otton Solis,因为他在竞选中途因用光经费必须暂停活动,等到募款后才能再播出电视广告,Otton在影片中推出电视募款活动: |
18 | যিনি তার প্রচারণা সময় প্রচারণা বন্ধ করেন এবং তার টিভি বিজ্ঞাপন চালিয়ে যাবার জন্য অর্থ সাহায্যে চাইতে শুরু করেন। | |
19 | কারণ প্রচারণা চালানোর জন্য তার কাছে আর টাকা ছিল না। | 校对:Soup |
20 | এই ভিডিওতে অটোন অর্থ প্রাপ্তির জন্য টেলিঅটোন নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছে: | |