# | ben | zhs |
---|
1 | গ্লোবাল ভয়েসেস + কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড | 全球之声与「为更好世界,对话」合作案 |
2 | ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) অর্থায়নে একটি নতুন ব্লগ চালু হয়েছে, যার নাম কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড বা আরো ভালো এক পৃথিবীর জন্য কথা বলা। | 联合国人口基金最近赞助成立「为更好世界,对话」博客,并委托全球之声,协助他们关注全球网络上有关人口及发展的对话内容。 |
3 | গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এতে লেখার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাদের কাজ হচ্ছে অনলাইনের সারা বিশ্বের জনসংখ্যা ও উন্নয়ন সম্বন্ধে যে সমস্ত কথোপকথন হবে, সে গুলো তুলে ধরার ব্যাপারে সাহায্য করা। | 未来六个月在该博客上,共有十多位全球之声博客将分享各地博客圈的故事,主题包括环境与气候变迁、青年与性别、母亲、生殖权等。 |
4 | এক ডজন গ্লোবাল ভয়েসেস ব্লগার তাদের ব্লগোস্ফেয়ার থেকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, তারুণ্য এবং যৌনতা, মাতৃত্ব, পুনরুৎপাদন অধিকার এবং আরো অনেক বিষয়ে বিভিন্ন গল্প জানাবে। আগামী ছয় মাস তারা কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এই সব গল্প সবার সাথে শেয়ার করবে। | 每个月都会有个主题,也将由两位博客主持,Ayesha Saldanha(巴林)与Rezwan(孟加拉)共同编辑八月份的报导,九月则将由Ndesanjo Macha(坦尚尼亚)及Njeri Wangari(肯亚)接棒。 |
5 | প্রত্যেক মাসে একটা নতুন বিষয় থাকবে এবং দুইজন ব্লগার এর দায়িত্ব প্রাপ্ত হবেন। | 目前我们已报导非洲与亚洲爱滋博客的感受、中东对爱滋病的态度、印度博客关心农民因赤贫自杀现象。 |
6 | আয়শা সালদানহা ( বাহরাইন) ও রেজওয়ান (বাংলাদেশ) আগস্টের গল্প গুলো সম্পাদনা করবেন এবং তারপর সেপ্টেম্বরে এর দায়িত্বপ্রাপ্ত হবে এনদেসানজো মাচা (তান্জানিয়া) এবং এনজেরি ওয়ানগারি (কেনিয়া)। | 这是全球之声获得的宝贵机会,能触及许多非政府组织及联合国的读者,全球之声也为此带来另一项收入,我们将以特别报导页面的形式,将文章同步刊登于全球之声与「为更好世界,对话」博客中,全球之声多语言翻译计划的译文连结也会一同出现。 |
7 | এখন পর্যন্ত আমরা আফ্রিকা ও এশিয়ার এইচআইভি পজিটিভ ব্লগারদের কথা শুনেছি, মধ্যপ্রাচ্যে এইডস রোগীদের প্রতি মনোভাবের কথা জেনেছি এবং তীব্র দারিদ্রের কারণে ভারতীয় কৃষকদের আত্মহত্যার ঘটনা, ভারতীয় ব্লগারদের মাধ্যমে জেনেছি। | |
8 | এটা আমাদের জন্য একটা সুযোগ, বেসরকারী প্রতিষ্ঠান ও জাতিসংঘের শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এবং পুরো গ্লোবাল ভয়েসেসের কমিউনিটির কাছেও। এটা আয় করার একটি বিকল্প পদ্ধতিও বটে। | 「为更好世界,对话」是一长期计划,也在寻找更多志工参与,我们鼓励各位的社群提供各种故事,也可轻松注册后分享报导或留言。 |
9 | এই ওয়েবসাইটে আমার কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এর লেখা পুনরায় গ্লোবাল ভয়েসেসে বিশেষ প্রতিবেদন পাতায় পোস্ট করছি এবং লিঙ্গুয়া ওয়েবসাইটের মাধ্যেম সকল অনুবাদ সংস্করণে তার লিঙ্ক পাঠাচ্ছি। | |
10 | কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড এখনও তার পরিধি বাড়াচ্ছে এবং আরো স্বেচ্ছাসেবী প্রদায়ক বা কন্ট্রিবিউটরের খোঁজ করছে এবং যে কেউ এখানে সহজেই নিবন্ধন করতে পারবে ও তার প্রবন্ধ ও মন্তব্য জানাতে পারবে। | |
11 | উন্নয়নের বাঁধা পেরুনো জন্য এখনও আমাদের আরো অনেক কাজ করতে হবে। | 人类因无知或缺乏认知而筑起一道道障碍,我们仍需努力拆除这些隔阂,藉由阅读及公开讨论各地博客所见的日常景象,我们就能够带来微小改变。 |
12 | অজ্ঞতা অথবা সচেতনতার অভাব উন্নয়নের অন্যতম বাঁধা। | 校对:Soup |
13 | সারা বিশ্বের অনেকে এসব বিষয় সম্বন্ধে পড়ে এবং খোলামেলা ভাবে কথা বলার মধ্যে দিয়ে, ব্লগাররা প্রতিদিনের জীবনে যা দেখছে, তার ক্ষেত্রে ছোট্ট এক পার্থক্য গড়তে আমরা সাহায্য করতে পারি। | |