# | ben | zhs |
---|
1 | চেক রিপাবলিক: অস্ত্রাভা শহর থেকে নিজেদের উচ্ছেদ হবার প্রক্রিয়া রুখে দিল যাযাবর রোমারা | 捷克:奧斯特拉瓦的羅姆人(吉普賽人)驅逐抗爭事件 |
2 | প্রেন্দনাদ্রাজি নামক অস্ত্রাভা শহরের একটি ছোট্ট পাড়া এই গ্রীষ্মে ছিন্নমূলদের বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সংগ্রামের প্রধান ক্ষেত্রে পরিণত হয়। | 今年夏天以来,奥斯特拉瓦(或名俄斯特拉发)的罗姆人聚集小区“车站前(Přednádraží (意译))”,一直处于对抗不正当驱逐的激烈状态。 |
3 | চেক প্রজাতন্ত্রের জন্য এটি একটি ব্যতিক্রমী, গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। | 为捷克史上罕有的重要事件。 |
4 | যাযাবর সম্প্রদায়কে সামাজিকভাবে বর্জন ও বঞ্চিত করার ধারাবাহিক প্রবণতার আরো একটি দুঃখজনক উদাহরণ প্রন্দনাদ্রাজির এই উচ্ছেদ প্রচেষ্টা। | 罗姆族群迄今是社会排除与驱逐的对象,位于“车站前”的驱逐事件,悲哀地成为这样趋势当中特别引起注目的例子。 |
5 | যাযাবরদের “ভবঘুরের মতো জীবনধারা”, “শিকড়হীনতা”, “মূলধারার সংস্কৃতিতে একীভূত হবার অপারগতা” প্রভৃতি অভিযোগে অভিযুক্ত করা হয়। | 罗姆人全体遭到关于其游牧式、无根生活与对主流文化背离的抨击。“ |
6 | প্রেন্দনাদ্রাজির অধিবাসীরা যাযাবরদের বেআইনি ভাবে উচ্ছেদ ও তাদের বিরুদ্ধে করা ঢালাও অভিযোগের প্রবণতা- উভয়েরই বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। | 车站前”的居民决定出面对抗不正当的驱逐与上述之刻板印象。 |
7 | ”প্রচার মাধ্যম সত্য গোপন করছে! সত্য প্রচার করুন” লেখা পোস্টার হাতে প্রেন্দনাদ্রাজির শিশুরা, ছবি: ডানিএলা কান্তরভা | “车站前”孩童拿的海报上写着:“媒体检视着我们的现实生活!请讲出真相!” |
8 | রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘটনা বিহীন গ্রীষ্মকালে গণমাধ্যমের নজরে আসার পূর্ব পর্যন্ত জুলুম ও সংগ্রামের এই ঐতিহাসিক প্রেক্ষাপট বৃহৎ পরিসরে অনুদ্ঘাটিত ও উপেক্ষিত ছিল। | 虽然抗争在夏季期间吸引了媒体的注意,却未引起政治波动。 |
9 | রোমেয়া. চেজ নামক একটি স্বাধীন সংবাদ পোর্টালে যাযাবর রোমা সম্প্রদায়ের জীবন এবং নাগরিক অধিকারের জন্য তাদের সংগ্রাম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন [চেক ভাষায়] প্রকাশিত হয়। | 尽管随着抗争而掀开过往压迫的历史,也未使抗争活动受重视。 |
10 | এই বিশদ ও ধারাবাহিক প্রতিবেদনে রোমা সম্প্রদায়ের বিষয়গুলোকে দেখা হয় সামাজিক ন্যায় বিচারের প্রেক্ষপটে। ইতিহাস | 然而,一家专门报导罗姆族群生活与其为公民权抗争的独立新闻入口Romea.cz,以较具社会正义的角度报导,持续地详细追踪此事件(捷文)。 |
11 | ‘প্রেন্দনাদ্রাজি'র পত্তন হয় ১৯০২ সালে। | 历史 |
12 | ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের অনতিদূরে অবস্থিত ‘প্রেন্দনাদ্রাজি' তখন এগারোটি ইটের তৈরি ভবনের সমন্বয়ে গড়ে ওঠা একটি ছোট্ট লোকালয়। | “车站前”位于过去是犹太小区的11栋砖造公寓群,建于1902年。 |
13 | একটি আসমর্থিত সূত্র মতে, ১৯৩৯ সালে এই বাড়িগুলোর বাসিন্দাদের পোলান্ডের নিস্কো নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারাই ছিল নিস্কোর প্রথম বন্দি। | 未经证实的传言,公寓往昔的居民,是在1939年转送到波兰尼斯科集中营的第一批人。 |
14 | চেক গণমাধ্যম ‘প্রেন্দনাদ্রাজি' শব্দটির অর্থ ও ইতিহাসের সঙ্গে তার সংশ্লিষ্টতা উপেক্ষা করে একে শুধুই একটি মহল্লা হিসেবে প্রচার করে। | 捷克媒体指“车站前”为贫民窟,却不反思“车站前”的字义与历史相关性。 |
15 | ‘প্রেন্দনাদ্রাজি' শব্দটির আভিধানিক অর্থ “রেল স্টেশনের সামনে” কিন্তু স্থানটি অস্ত্রাভা শহরের প্রধান রেল স্টেশনের পিছনে অবস্থিত। | Přednádraží照原意翻即为“火车站前”,事实上地点也正位于奥斯特拉瓦 火车站后方。 |
16 | এই রেল স্টেশনের সামনে রয়েছে গণহত্যার শিকার ইহুদিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। | 而面对同个火车站,亦耸立一座为奥斯特拉瓦的犹太人于大屠杀中牺牲的纪念碑。 |
17 | উল্লেখ্য, একই গণ হত্যার শিকার হয় হাজার হাজার রোমা, কিন্তু স্মৃতি ফলকে তাদের স্থান হয় নি। | 上千位捷克籍罗姆人也死于大屠杀,但纪念对象并不包括他们。 |
18 | ‘প্রেন্দনাদ্রাজি'র ভবনগুলো একটি ত্রিভুজাকৃতির দ্বীপে অবস্থিত, যার একদিকে মহাসড়ক, অন্যদিকে রেলওয়ে ডিপো এবং তৃতীয় দিকে শিল্পাঞ্চালের জন্য নির্ধারিত বেড়া দিয়ে ঘেরা জমি। ‘প্রেন্দনাদ্রাজি'র এই অবস্থান তাদেরকে এক কোণে ঠেলে দেবার অনুভূতি প্রদান করে।' | “车站前”被迫处于三角的孤立地带,一边为公路,另一边为火车站,第三边则为护栏围绕的工业用地,呈现隔离的状态。“ |
19 | প্রেন্দনাদ্রাজি'তে ভ্রমণও বেশ কষ্টসাধ্য: দীর্ঘ বিরতি দিয়ে মাত্র একটি বাস যাতায়াত করে, এবং ট্যাক্সি চালকদের মধ্যে সেখানকার সরু রাস্তায় যাবার ব্যাপারে অনীহা দেখা যায়। | 车站前”非常难进入,只有一条班次稀少的公车路线,计程车司机也不情愿绕远路驶进那里唯一铺平的街道。 |
20 | সেখানে সামাজিক অবকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। | 此区域缺乏社会基础建设。 |
21 | স্থানটি হতে চার মাইল দূরে অবস্থিত শহরে ছয় মাস পূর্বে চৌদ্দ একর জমির উপর নির্মিত একটি নতুন শপিং মল চালু হয়েছে। | 6个月前,市内新开张一家占地14英亩的商场,也只不过4哩之远。“ |
22 | পক্ষান্তরে ‘প্রেন্দনাদ্রাজি'র পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে মাত্র দুটি ছোট্ট দোকান, যেগুলোতে দৈনন্দিন খাদ্যদ্রব্য বিক্রি করে, উল্লেখ্য এই খাদ্যদ্রব্যগুলো সব সময় টাটকা হয় না। | 车站前”邻近区域却只有两家小型街角商店,仅提供未必新鲜的 基本食品,以及一家酒吧。 |
23 | এছাড়াও এখানে রয়েছে একটি শুঁড়িখানা, যার ব্যবস্থাপকের মতে, এটিতে ধারন ক্ষমতার প্রায় দ্বিগুন মানুষের সমাগম ঘটে, কারণ এখানকার মানুষের অন্য কোথাও যাবার জায়গা নাই। | 根据酒吧经理,他们必须扩张两倍以提供无处可去的居民作为社区会堂。 |
24 | ‘প্রেন্দনাদ্রাজি'তে অনেক শিশু বসবাস করেলেও তাদের জন্য কোন খেলার মাঠ বা অন্য কোন ব্যবস্থা নেই। | 虽然这个社区居住许多孩童,但没有游乐场或任何设施供给使用。 |
25 | ‘প্রেন্দনাদ্রাজি'র বাসিন্দা এবং আন্দোলনকারীরা কাঙ্ক্ষিত হামলার জন্য তৈরি হচ্ছে। | “车站前”的居民与行动者为预期的突击做准备。 |
26 | ছবি: দ্যানিএলা কান্তরভা কত দিনের জন্য গৃহ? | 还有多久能回家? |
27 | বিচ্ছিন্ন অবস্থা সত্ত্বেও ‘প্রেন্দনাদ্রাজি'র বাসিন্দারা একে নিজেদের আবাসস্থল হিসেবে গণ্য করে। কিন্তু বিপত্তি হলো খুব বেশি দিন হয়তো তাদের এই ঘর তাদের থাকবে না। | 即便区域的状态孤立,居民依然认为这里是他们的家,但再不久可能有失去家的危险。 |
28 | আগস্ট মাসের প্রথম দিকে অস্ত্রাভার গৃহায়ন কর্তৃপক্ষ ‘প্রেন্দনাদ্রাজি'র বাড়িগুলোকে বসবাসের জন্য অযোগ্য ঘোষণা করে। অযোগ্য ঘোষণার কারণ হিসেবে কর্তৃপক্ষ এর ভঙ্গুর নর্দমা ব্যবস্থার কথা উল্লেখ করে এবং বাড়ির মালিক ওলদ্রিছ রযতচিলকে ২৪ ঘনটার ভিতর বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে বলেছে। | 八月上旬,奥斯特拉瓦市政府的建物工程单位声明“车站前”的住宅不适人居住,理由为污水管线损坏,并要求建物所有人-欧吉赫. |
29 | অস্ত্রাভা স্বল্পমূল্যের আবাসনের অভাবের জন্য কুখ্যাত এবং এই মানুষগুলোর জন্য সিটি হল অতিরিক্ত ভাড়া দিয়ে জনাকীর্ণ হোটেলে স্থানান্তর হবার পরামর্শ ছাড়া বিকল্প কোন ব্যবস্থা করতে পারে নি। | 罗斯多奇(Oldřich Roztočil)须于24小时内驱逐所有房客。 |
30 | মিঃ রযতচিল তাঁর ভাড়াটিয়াদের সাহায্য করার জন্য সিটি হলের দেয়া উচ্ছেদের নির্দেশকে প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। | 远近皆知奥斯特拉瓦缺乏廉价的住房供给,市政府除了建议居民迁入定价过高或拥挤的旅社,并未提供其他解决 办法。 |
31 | এই বাড়িগুলোতে ৩০-৪০ বছর ধরে বসবাস করছে এমন আনুমানিক ১৪০ জন মানুষ গৃহ ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। | 罗斯多奇拒绝市政府的驱逐指令,并拥护他的房客。 |
32 | তারা রোমাদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি অরোমা সমাজকর্মীদের দলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। | 许多房客已居住了30到40年,共约有140位不愿离开他们的住家。 |
33 | যা রোমাদের অধিকার প্রতিষ্ঠার অন্দোলনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যদিও সংখ্যাগরিষ্ঠ জাতিগত চেকের এর সঙ্গে কোন সম্পর্ক নেই। | 另外,也有非罗姆人的抗议者加入,此为罗姆人人权抗争历史上的一大步进展,毕竟大部分的捷克人无意跟罗姆人扯上关系。 |
34 | অগস্টের শুরু থেকে কর্তৃপক্ষের চাপ ধীরে ধীরে বাড়ছিল- কৌতুকের বিষয় হলো এই উচ্ছেদের অন্তর্নিহিত কারণ বলা হচ্ছে ভেঙ্গে যাওয়া নিকাশী ব্যবস্থা। যা প্রথম ক্ষতিগ্রস্ত হয় ১৯৯৭ সালের বন্যার সময়, এবং বিগত দুই বছর ধরে তাদের শোচনীয় অবস্থা অস্বীকার করা হয়েছে। | 政府当局从八月初至今不断地施压,讽刺地,驱逐的理由却是1997年洪水造成损坏的污水管线,且直到最近两年,管线状况才明显地逐渐衰坏。 |
35 | ‘প্রেন্দনাদ্রাজি'র ভাঙা নিকাশী ব্যবস্থার জন্য এর বাসিন্দা রোমাদের দোষারোপ করা মূলধারার মানুষের চরিত্রগত বৈশিষ্ট্যে রূপান্তরিত হলেও প্রকৃত অর্থে এই সমস্যার সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের কারণে। | 主流言论的特色倾向怪罪罗姆人,但问题本质是冷漠政府的歧视作为造成的,“车站前”的居民却须承担污水管线损坏的责任。 |
36 | যার প্রমাণ পাওয়া যাবে শহরের বিভিন্ন নগরহলে চলমান মামলা থেকে। | 同时期,至少有三件诉讼案要求市政府不同单位必须负责管线维修并厘清责任归属。 |
37 | মামলাগুলো মূলত ‘প্রেন্দনাদ্রাজি'র মালিকানা ও নিকাশী ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত। | 需要提出的疑点是-为何突然要驱逐这些居民,而非将管线修好? |
38 | এখানে একটি প্রশ্নের উদয় হয়ঃ নিকাশী ব্যবস্থার সংস্কার না করে কেন বাসিন্দাদের উচ্ছেদের জন্য এত তাড়াহুড়ো? | 一所邻近街道的私立学校即将于九月份开始营运,此区域成为建商目标的前景,是个合理解释。 |
39 | এই প্রশ্নের একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে পাশের রাস্তায় সেপ্টেম্বরে একটি ব্যক্তিমালিকানাধীন মহাবিদ্যালয় যাত্রা শুরু করতে যাচ্ছে এবং এলাকাটি বিকাশকারীদের লোভের বস্তুতে পরিণত হয়েছে। | 何 况这也非罗姆人第一次因为空间绅士化(gentrification),而迫于离开家园。 |
40 | এটাই প্রথমবার নয় যখন রোমাদের সম্ভ্রান্তায়নের জন্য তাদের ঘর থেকে বিতাড়িত করা হচ্ছে । বিগত দশ বছরে রোমাদের শহরের কেন্দ্রস্থল থেকে বিতাড়িত করে সেই স্থানটিকে আমোদ-প্রমোদের কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। | 过去十年间,罗姆人被强迫搬离市中心,后来这些街区发展成狂欢派 对的景点,以上百间酒吧、夜店作为卖点。 |
41 | উল্লেখ্য,স্থানটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে শতাধিক পানশালা নির্মাণ করা হয়েছে। ‘রোমা সমস্যা'র সমাধানের জন্য ‘রোমাদের উচ্ছেদ'এর প্রস্তাবটি প্রায় চেক প্রজাতন্তের সাধারণ নাগরিকরা উত্থাপন করে থাকে। | 捷克公民通常提出“逐出罗姆人”的点子,作为迫切解决“罗姆人问题”的办法。 |
42 | ২০০৬ সালে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের দুই বছর পর যখন কানাডা চেক নাগরিকদের জন্য সে দেশে ভিসামুক্ত প্রবাশাধিকার প্রদান করে,তখন অস্ত্রাভা জেলার মারিয়ান্সকে হরয় একটি অবিশ্বাস্য প্রকল্প সামনে নিয়ে আসে। | 捷克加入欧盟两年后,也就是2006年,加拿大取消捷克公民签证的要求,奥斯 特拉瓦的Marianské Hory区代表竟提出一项令人难以置信的计划:他们将资助机票费用,鼓励区内的罗姆人移居加拿大。 |
43 | এই প্রকল্পের আওতায় রোমাদের কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য উৎসাহিত করা হয়, শুধু তাই নয়, আর্থিক অনুদান স্বরূপ তাদের জন্য বিনা মূল্যে বিমান টিকিটের ঘোষণা করা হয়। ‘প্রেন্দনাদ্রাজি'র ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন- কর্তৃপক্ষ এখানে কোন সয়াহতা নিয়ে এগিয়ে আসে নি। | 无论如何,在“车站前”的案例,政府并未提供任何协助。 |
44 | প্রথম পদক্ষেপ হিসেবে অস্ত্রাভা জল কোম্পানি (OVAK) বাড়িগুলোতে জল বিতরণ বন্ধ করে দেয়, এখানে তারা কারণ হিসেবে দেখায় বকেয়া বিল। তিন সপ্তাহ সেই জল কোম্পানির সরবরাহকৃত বিকল্প ব্যবস্থা থেকে এলাকার মানুষ জল সংগ্রহ করে, যা ছিল খুব ব্যয়বহুল। | 第一步动作中,奥斯特拉瓦水公司(Ostrava Water Company (OVAK))停止对所有住户供水,声称是因为水费未缴。 |
45 | আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে তিন সপ্তাহ লেগে যায়। | 有三周的时间,必须接受断水的水公司运送高价的储水槽供水。 |
46 | একটি ট্যাপকল থেকে পানি সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয় যা এখানকার সমস্ত অধিবাসী যৌথভাবে ব্যবহার করত। | 共花了三周协商的时间,才让所有住户 能共同使用唯一一个回复供水的水龙头。 |
47 | পরবর্তীকালে পরিবারগুলো সামাজিকসুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে লাগল। | 接着,家庭开始在领取社会津贴上遇到困难。 |
48 | সামাজিক নিরাপত্তাকর্মীরা অভিযোগ করতে শুরু করল- জল সরবরাহ না থাকায় তারা রান্না ও কাপড় ধুতে পারছে না, তাছাড়া স্থায়ী আবাস না থাকায় এস্থানের বাসিন্দারা কোন আবাসিক সুবিধা পাবে না। | 社工人员向他们解释,因为没有供水,他们不能煮饭、洗衣,加上没有永久的居住地点,也不能领取住屋补助。 |
49 | একটি চালের নিচে জল সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপনের কয়েক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দেয়। | 在停水事件后几周,市政府下令停止供电。 |
50 | ‘প্রেন্দনাদ্রাজি'র শিশুরা , ছবি ড্যানিয়েল কান্তরভা | “车站前”的孩子 |
51 | অগস্টের শেষ দিক থেকে নগরের সামাজিক কর্মীরা ‘প্রেন্দনাদ্রাজি' গিয়ে পরিবারগুলোকে হুমকি দিচ্ছে তাদের সন্তানদের নিয়ে যাবার যদি তারা দ্রুত হোস্টেলে না পাঠায়। | 自八月底,社工人员视察“车站前”且威胁住户若不立即搬迁去旅社,将带离他们的孩子。 |
52 | এই বিষয়গুলো পরিবারের ভবিষ্যৎ নিয়ে মানুষগুলোর উপর অপরিমেয় চাপ সৃষ্টি করেছে। | 从未考量这些家庭的福祉,只徒增巨大的精神压力。 |
53 | স্বল্প সংখ্যক ব্যয়বহুল হোস্টেল ছাড়া এদের বিকল্প কোন আবাসস্থল না থাকায় বাসিন্দারা গৃহহীন ও সন্তান হারানোর আশঙ্কায় রয়েছে। | 没有住屋供给的机会,只能住进超出负担又不合适的旅社,住户必然会惧怕无家可住,还有孩子被带离收容的情形。 |
54 | জোট গঠন নানামুখী চাপের মধ্যেই জোট গঠন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। | 成立联盟 在面对所有的压力之下,联盟已开始形成。 |
55 | আন্দোলনকে ভারতীয় বংশোদ্ভূত চেক নাগরিক রোমা অধিকারকর্মী কুমার বিশ্বনাথন সমর্থন দিয়ে যাচ্ছে, তাঁর সংগঠন , ভযাজেম্নে সুজিটি (“একত্রে বসবাস”; @ ভযাজেম্নেসউযিতি [cs, en] টুইটারে),রোমা সম্প্রদায়ের কথা তুলে ধরতে বিভিন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। | 捷克罗姆人人权运动家Kumar Vishwanathan持续地关注支持这场抗争,他的组织“一同生活 (Vzájemné soužití; ”Living Together” @vzajemnesouziti [捷文, 英文] on Twitter) ”为罗姆人社群发声且运作社会福利计划。 |
56 | বর্তমান পরিস্থিতি নিয়ে কুমার বিশ্বনাথনের সাক্ষাতকার [cs] যাঅলাভজনক প্রকাশনা সংস্থা নভয় প্রস্তর সম্প্রতি প্রকাশ করেছে। | 一家为游民诉求的非营利刊物Nový prostor,访问Kumar Vishwanathan[cs]关于此抗争的情形于最近刊登了。 |
57 | সম্প্রতি গঠিত একটি গণস্বাধীনতা সংস্থার অস্ত্রাভা শাখার স্বল্প সংখ্যক কর্মী পরালটার (ফেসবুকেএখানে),প্রাগের কিছু বর্ণবাদ বিরোধীকর্মী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সাহায্যের হাত বাড়িয়েছে। | 另外,也有一小群行动者来自新成立的公民自由团体ProAlt (Facebook - 连结)的奥斯特拉瓦分会,与布拉格的一些反种族歧视行动者团结一致,提供帮助。 |
58 | পরালটার মুখপাত্র মার্টিন শকাবরাহা পরিস্থিতি নিয়ে বিপুল পরিমাণ লেখালেখি করেছেন। তাঁর বর্তমান বিশ্লেষণ হলো [cs] এই পরিস্থিতি একটি পরিকল্পিতভাবে সৃষ্ট বিপর্যয়,এই সঙ্কট সৃষ্টিতে কর্তৃপক্ষের অবহেলা, সেইসাথে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার উদাসীনতাকে তিনি দায়ী করেছেন। | ProAlt的发言人Martin Škabraha广泛地写下关于抗争的情形,他近来的分析[捷文]认为这是个人为加工的灾难,并指称造成危机的因素是由于政府的轻忽怠慢,同样地,主流人口的漠不关心也是原因之一。 |
59 | সরকারী সামাজিক অন্তর্ভুক্তি সংস্থার পরিচালক মিলান শিমাচেক রোমাদের সমর্থনে বিবৃতি দিয়েছেন। এছাড়াও ইউরোপীয় কমিশন অস্ত্রাভা'র নগরপাল পেতর কাজনারের নিকট সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে পত্র লিখেছেন। | 政府的社会包容机构主席Milan Šimáček发布支持声明,另外,欧盟执委会也函文奥斯特拉瓦市长Petr Kajnar,要求事件能平息调解。 |
60 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেক শাখা এই পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি [cs] দিয়েছেন। | 国际特赦组织捷克分会也对此抗争发表声明(捷文)。 |
61 | যদিও এই সমবেত কণ্ঠস্বর আস্ত্রাভা জেলা ও নগর পর্ষদের দ্বারা ‘প্রেন্দনাদ্রাজি'র জন্য ভাল কিছু করানোর জন্য যথেষ্ট নয়। | 尽管有许多支持“车站前”的声音,却不足以驱使奥斯特拉瓦地区及市议会采取确实行动来帮助这些居民。 |
62 | এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, কারণ অস্ত্রাভা সামাজিক নিরাপত্তা কার্যালয় বাসিন্দাদের চূড়ান্ত সয়মসীমা বেঁধে দিয়েছে - হয় তারা হোস্টেলে স্থানাতরিত হোক নতুবা তাদের সন্তানদের দূরে নিয়ে যাওয়া হবে। | 此刻,情况越发紧迫,奥斯特拉瓦社会安全官员对所有家庭发下最后通牒:若不搬离至旅社,则孩童将会被带离收容。 |
63 | ‘প্রেন্দনাদ্রাজি'র সঙ্গে একাত্মতা ঘোষণা প্রয়োজন। | 我们必须与“车站前”居民一同努力展现团结力量。 |
64 | যদি এই উদ্যোগ সফল হয় তবে তা উত্তরসূরিদের জন্যও সহায়ক হবে, সরকারী প্রতিষ্ঠান- যাদের নাগরিকগণকে সেবা প্রদান করার কথা, যারা এ দায়িত্ব পালনে ব্যর্থ- তাদের নির্যাতনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিরোধের উদাহরণ হিসেবে এটি বিবেচিত হবে। | 若努力没有白费,这将会成为先例,证明确实有机会可拥有家的根基,也有可能和平地对抗政府的压迫,虽然政府服务人民且必须执行服务人民工作的机构已彻底失职了。 |