# | ben | zhs |
---|
1 | পুট ইট অন: বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের জন্যে অনলাইনে প্রতিযোগিতা এটি অর্থের বিনিময়ে একটি প্রচারণা। | Put it On:全球影片大赛 |
2 | সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও ভাষায় যারা চলচ্চিত্র নির্মাণ করে, পুট ইট অন আশা করছে তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে। | |
3 | আপনি কি কখনো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার স্বপ্ন দেখেন? | Put it On网站赞助全球之声宣传此次比赛,希望与世界不同地区、不同语言的导演接触。 |
4 | এটা আপনার জন্য এক সুযোগ? | 你是否曾梦想在纽约电影学院就读? |
5 | আপনি কোথায় বাস করেন, কাজ করেন এবং ছবি বানান, সেটা কোন বিষয় নয়, পুট ইট অন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা আপনাকে সে সুযোগ উপহার দেবে: নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা বৃত্তি রয়েছে, যার জন্য কোন মূল্য প্রদান করতে হবে না এবং সেরা চলচ্চিত্র, শর্ট বা দৃশ্য ও সেরা অভিনেতাকে ৫০০০ আমেরিকান ডলার নগদ প্রদান করা হবে। | |
6 | দ্বিতীয় সেরা চলচ্চিত্র এবং দৃশ্য পাবে একটি এইচডি প্রজিউমার ডিজিটাল ভিডিও ক্যামেরা। পুট ইট অন হচ্ছে শিল্পীদের জন্য নতুন এক ওয়েব প্রদর্শনী এবং গ্যালারী সাইট। | 现在机会来了,在世界任何地方居住、工作与拍摄的民众,都可能一圆梦想,只要参加Put it On影片竞赛,在最佳影片、最佳短片、最佳演出等项目夺得首奖,就能获得美国纽约电影学院免费奖学金,再加上5000美元的奖金,最佳影片与影佳短片类别的亚军亦可得到HD Prosumer数位摄影机。 |
7 | এটি চার ভাগে বিভক্ত- ফ্যাশন, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্প। শিল্পীরা এখানে, এই ভার্চুয়াল জগৎে এক গিগাবাইট জায়গা পাবে, যার জন্য কোন টাকা প্রদান করতে হবে না। | Put it On为一全新网站,呈现时尚、电影、音乐及艺术四大领域艺术家的作品,艺术家申请帐号后,皆可获得1GB的免费空间,并可选择是否开放下载、下载费用高低等,网站利用自动化翻译软体,共有十种语言版本可供选择。 |
8 | তারা এখানে তাদের কাজ পরিদর্শন ও পছন্দ করা দামে বিক্রির ব্যবস্থা করতে পারবে। এই সাইট দশটি আলাদা ভাষায় প্রকাশ করা হবে, যা করা হবে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে। | 若要参赛,只需上传你最棒的一部作品即可,任何地区、任何主题的影片皆可参赛,影片亦可使用任何语言,唯需加上英文字幕,参加时只能在最佳短片或最佳影片之间择一(后者影片长度需达45分钟以上)。 |
9 | এই প্রতিযোগীতায় যোগ দেবার জন্য আপনি আপনার সেরা ভিডিওটি জমা দিন। | 比赛更多细节请见活动网站, 收件时间为7月30日至11月26日。 |
10 | বিশ্বের যে কোন স্থানের, যে কোন বিষয়ের চলচ্চিত্র জমা দেবার যোগ্য বলে বিবেচিত হবে। | |
11 | যে কোন ভাষার ছবিও গ্রহণযোগ্য, কিন্তু তার সাবটাইটেল বা কথোপকথন ছবির নিচে ইংরেজীতে হতে হবে। | |
12 | আপনি যে কোন একটি বিভাগের জন্য কেবল ছবি জমা দিতে পারবেন: সেরা শর্ট অথবা সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের যে কোন একটিতে (চলচ্চিত্রের সময় ৪৫ মিনিটের বেশী হতে হবে)। | |
13 | এই প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে পুট ইট অন সাইটে প্রবেশ করুন। | |
14 | এই প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া শুরু হবে ৩০ জুলাই এবং নভেম্বরের ২৬ তারিখে জমা নেওয়া শেষ হবে। সেরা দশ দৃশ্য এবং ভিডিও বাছাই করা হবে অনলাইন ভোটিং এর মাধ্যমে। | 最佳短片及最佳影片项目前十强将透过网络投票决定,再由网站共同创办人Max Fraser将与纽约电影学院成员共同组成评审团,于2010年1月7日公布得奖者;最佳演出项目则将由另一组评审团决定,所有参赛作品皆进入这项候选名单。 |
15 | বিচারকদের মধ্য থাকবেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীর সদস্য এবং পুট ইট অনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ম্যাক্স ফ্রেজার। | |
16 | তারা, ২০১০ সালের জানুয়ারির ৭ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করবেন। | 校对:Soup |
17 | জমা দেওয়া সকল ছবি থেকে আলাদা ভাবে যাচাই বাছাই করে বিচারকরা সেরা অভিনেতা বাছাই করবেন। | |