# | ben | zhs |
---|
1 | ব্রাজিল: কারান্দিরু হত্যাযজ্ঞের বিচার না হওয়া আর ভুলে যাওয়া | 巴西:社会淡忘卡朗迪鲁大屠杀 |
2 | কারান্দিরু জেলখানা; ক্যাপশনে বলা হয়েছে “ওখানকার আত্মাদের দীর্ঘ সময় ভুলে যাওয়া হয়েছে”। ছবি: ফ্লিকার ব্যবহারকারী সিল্মারেইলিস এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত। | “拜访卡朗迪鲁(Carandiru)”照片来自Flickr用户silmaraelis,依据创用CC原则刊载,图说:“灵魂早已受人遗忘” |
3 | ষোল বছর আগে (২রা অক্টোবর, ১৯৯২) সাও পাওলোর কারান্দিরু জেল কমপ্লেক্সের নবম প্যাভেলিয়নে রায়ট শুরু হওয়ার পর কারান্দিরু হত্যাযজ্ঞ সংঘটিত হয়। | 16年前的1992年10月2日,巴西圣保罗卡朗迪鲁监狱区九号楼暴动事件后,发生卡朗迪鲁大屠杀,是巴西史上重大人权侵害案件。 |
4 | রায়ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মিলিটারী পুলিশের এলিট ফোর্সকে খবর দেয়া হয় আর তাদের সাথে মুখোমুখি সংঘর্ষে ১১১ জন কারাবন্দী মারা যায়। কোন পুলিশ এতে মারা যায়নি। | 由于暴动失控,宪兵菁英部队进驻其中,与囚犯爆发冲突,结果据官方记录造成111名囚犯罹难,军警无人丧生。 |
5 | একে ব্রাজিলের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের একটি বড় ঘটনা হিসাবে দেখা হয়। মানবাধিকার সংস্থারা দাবী করে যে বেশীরভাগ বন্দীরা নিরস্ত্র ছিল আর কোন ধরনের প্রতিরোধ করেনি, আর পুলিশ যেসব বন্দী আত্মসমর্পন করেছিল বা লুকানোর চেষ্টা করছিল তাদের উপরও গুলি চালিয়েছে। | 人权团体宣称多数狱囚手无寸铁,无法抵抗军警,且警方更向已投降或企图躲避的囚犯开火,尽管如此,却没有人因此事而遭到惩处,唯一曾受审者 只有军方行动指挥官Ubiratan Guimarães(不过他已在2006年9月在疑似犯罪行动中遭暗杀身亡),他原本遭判处620年有期徒刑,后来又因误判争议而撤销。 |
6 | এটা সত্বেও কাউকে শাস্তি দেয়া হয়নি, আর শুধুমাত্র এই অপারেশনের কমান্ডিং অফিসার কর্ণেল উবিরাতান গুইমারেসের বিচার হয়েছিল (সেপ্টেম্বর ২০০৬ এ যাকে হত্যা করা হয় সম্ভবত ক্রোধের কারনে)। | 许多巴西部落客都转贴媒体报导,但仅有少数部落客在今年10月2日当天自行撰文,其中Dinha[葡萄牙文]还记得,“这是巴西史上,政府对囚犯最严重的懦弱暴行”: |
7 | তাকে প্রথমে ৬২০ বছর জেলের সাজা দেয়া হয় কিন্তু পরে তা বিচারের স্বচ্ছতা সম্পর্কে অভিযোগ এনে প্রত্যাহার করা হয়। এই সংক্রান্ত মিডিয়ার খবর অনেক ব্রাজিলিয়ান ব্লগার পুন:প্রকাশ করে, কিন্তু খুব কম ব্লগারই এই দিনের জন্য নতুন কোন লেখা দিয়েছে। | 16年前的10月2日,官方宣称自己屠杀111名巴西民众,受害者从未与政府宣战,当时他们是狱囚,受到政府监禁,因为如此,多数人手上均无武器,许多人遇害当时更囚于牢笼中。 |
8 | দিনহা এদের মধ্যে একজন যে এইদিনকে স্মরণ করেছে (পর্তুগীজ ভাষায়) ‘ব্রাজিলিয়ান রাষ্ট্রের ইতিহাসে বন্দী মানুষের উপরে সংগঠিত সব থেকে বড় কাপুরুষোচিত অপরাধ' হিসাবে: গতকাল (০২/১০/২০০৮), ১৬ বছর পার হল সেইদিনটি থেকে যখন সরকার ঘোষণা করেছিল যে তারা ১১১ জন ব্রাজিলিয়ান নাগরিককে হত্যা করেছে। | 在“逍遥法外”一文中,Tarso Araújo[葡萄牙文]提醒读者,没有人为此事负责,也无法预估何时被告会受审: |
9 | এদের সবাই যাদেরকে এই হত্যাযজ্ঞ, হত্যালীলার মধ্যে পড়তে হয়েছিল তারা রাষ্ট্রের সাথে কোন উন্মুক্ত যুদ্ধে লিপ্ত ছিলনা, বরং হত্যাযজ্ঞের সময়ে তারা বন্দী ছিল, তারা রাষ্ট্রের হেফাজতে ছিল। | |
10 | এই কারনে তারা নিরস্ত্র ছিল আর এদের মধ্যে অনেকে নিজেদের কুঠুরিতে তালাবদ্ধ ছিল। | 由于事涉多名被告,再加上司法体制在结构上难以处理历史诉讼,都拖累了司法程序。 |
11 | ‘দন্ডমুক্ততা' নামক ব্লগ পোস্টে টারসো আরউজো আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই অপরাধের জন্য কাউকে দায়ী করা হয়নি, আর কোন পরিসংখ্যান নেই যে কবে অভিযুক্তদের বিচার করা হবে: | 本案目前在圣保罗法院上诉中,因为此事可能触及故意违反生命罪刑,法官要求采陪审团制决定,但被告反对。 |
12 | সাও পাওলো এর আদালতে এই প্রক্রিয়ার আপীল চলছে। বন্দী জীবনের বিরুদ্ধে একটা জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার কারনে, বিচারক বলে দিয়েছে যে বিবাদীদেরকে জুরির কাছে প্রেরণ করা হবে, যা অভিযুক্তরা মানছে না। | 有人在雅虎知识+发问,想知道暴动当初如何开始,Pucca[葡萄牙文]分享她从朋友那听说的故事,这位朋友当年是九号楼少数幸存的囚犯: |
13 | এই বিদ্রোহ কি করে শুরু হয়েছিল এই সংক্রান্ত ইয়াহু আনসার্স এর একটা প্রশ্নের উত্তরে পাক্কা একটা গল্প বলে যা সে তার পরিচিত একজনের কাছ থেকে শুনেছিল; কি করে নবম প্যাভিলিয়নের অল্প কয়েকজন বন্দী এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিল: | 我家族中的一位朋友曾历经一切,他说其实没有人知道事件导火线为何,他说自己帮忙将超过200具尸体丢进监狱电梯机房,之 后政府 用水泥封锁这个房间。 |
14 | আমার পরিবারের পরিচিত একজন এই নরকের মধ্য দিয়ে গিয়েছে। সে বলেছে যে আসলে এটা কি করে শুরু হয়েছিল তা কেউ জানে না। | 他的狱友Barraco遭警方杀害,他自己之所以能存活,是因为警方要求净空囚房时,他赶紧躲在门后。 |
15 | সে বলেছে যে সে প্রায় ২০০টি মৃতদেহ একটি লিফটের জন্যে খোড়া গর্তে ফেলতে সাহায্য করেছে। জেলে এই লিফটি চালু করার কথা ছিল কিন্তু তা পরে কংক্রিট দিয়ে বন্ধ করে দেয়া হয়। | 他和很多人匆忙下楼时,看到楼 梯已是一片血海,警犬还在背后追捕他们,有只狗咬住他的右手。 |
16 | তার সাথে একই কয়েদে থাকা (বারাকো নামে) একজন পুলিশ কর্তৃক মারা যায়। | 他说自己和许多囚犯裸体蹲在广场超过12小时,至于他当初入狱罪名为何? |
17 | সে নিজে বেঁচে গিয়েছিল কারন যখন পুলিশের অনুরোধে বন্দীরা কুঠুরি খালি করে বেরিয়ে আসে সে তখন দরজার পিছনে লুকিয়ে ছিল। | 他参与了彩券行抢劫 案,是个初犯,被关入事发的九号楼。 |
18 | পরে সে নীচের তলায় আরো অনেকের সাথে পালিয়ে যায়। | The Hub网站访问P. |
19 | সে দেখেছে জেলখানার সিঁড়ি রক্তে ভেসে যাচ্ছিল আর জার্মান শেফার্ড কুকুর তাদেরকে তাড়া করছিল। একটা কুকুর তার ডান হাতে কামড় দেয়। | P.,他当初在八号楼服刑,从窗户看见憾事发生,他说官方指称111人丧生只是可辨识的尸体总数,他认为实际死者超过300人。 |
20 | সে নাকি উঠানে অন্যান্য বন্দীদের সাথে উলংগ অবস্থায় বসে ছিল। | 军警要求P. |
21 | তার অপরাধ? | P. |
22 | সে একটা লোটোর দোকানের চুরিতে অংশগ্রহন করেছিল, প্রথমবার অপরাধ করেছিল আর নবম প্যাভিলিয়নে সাজা কাটছিল যখন এসব শুরু হয়। | 及其他约30名囚犯协助搬运尸体,他自己共搬运50具遗体,P. |
23 | দ্যা হাব একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে পিপি'র, যে অষ্টম প্যাভিলিয়নে সাজা কাটছিল আর তার জানালা থেকে এই বীভৎস দৃশ্য দেখেছে। | P. |
24 | সে বলছে যে ঘোষিত ১১১ টা মৃতদেহের সংখ্যা শুধুমাত্র যে কয়টা দেহ পাওয়া গেছে তার হিসেবে- সে বিশ্বাস করে যে ৩০০ জনের বেশী লোক মারা গেছে। | |
25 | ৩০ জনের মতো কারাবন্দীসহ তাকে ডাকা হয়েছিল শবগুলো বহনের জন্য, যার মধ্যে প্রায় ৫০টা সে নিজে বহন করেছে। | 感叹经过16年,本案已遭人遗忘,罪犯未受法律制裁。 |
26 | পিপি হাহাকার করে বলে যে ১৬ বছর পার হওয়ার পরও, এই মামলার বিচার হয়নি আর একে ভুলে যাওয়া হয়েছে: | (P. |
27 | “খুবই বীভৎস ছিল। | P. |
28 | কিন্তু আমাকে বেশী পীড়া দেয় - কি অদ্ভুত যে সবাই এখন তা ভুলে গেছে- কারান্দিরু হত্যাযজ্ঞ নিয়ে ব্রাজিলে কেউ আর কথা বলে না” (পিপি, ইউনিভার্সিডেড দে কমিউনিকাসিও লিভ্রে থেকে একজন মানবাধিকার কর্মী রাকুয়েল কুয়িন্টিনোর সাথে স্বাক্ষাৎকারে)। | |
29 | কারান্দিরু জেলখানা দক্ষিন আমেরিকার সব থেকে বড় জেলখানা ছিল আর এক সময়ে প্রায় ৮০০০ কয়েদী ছিল এখানে। | 接受Universidade de Comunicação Livre大学人权运动份子Raquel Quintino访问)P. |
30 | ২০০২ সালের ৯ই ডিসেম্বর এটি ভেঙ্গে ফেলা হয় একটা উন্মু্ক্ত পার্ক তৈরির জন্য। | P. |
31 | ইউটিউবে এমট্রোম্বেলির আপলোড করা সাংবাদিকতার ছাত্রদের তৈরি একটা ভিডিও প্রামান্যচিত্র আছে যেখানে এটার শেষের মুহুর্তগুলো দেখানো হয়েছে; খালি কুঠুরি আর ভেঙ্গে ফেলা। | 说:“一切非常丑陋,最令我觉得痛苦与荒谬的是,人们已遗忘此事,巴西已没有人再提卡朗迪鲁大屠杀了”。 |
32 | ফ্লিকার ব্যবহারকারী ইস্পিকের কাছে কারান্দিরুর ছবির গ্যালারি আছে ভেঙ্গে ফেলার ঠিক আগে তোলা। যারা এই জেলের আর হত্যাযজ্ঞের ইতিহাসের আরও গভীরে যেতে চায় তারা শুরু করতে পারে কারান্দিরু শিরোনামের উচ্চ প্রশংসিত চলচ্চিত্রটি দেখে। | 卡朗迪鲁监狱区规模曾是南美洲第一,囚犯一度近8000人,整座监狱于2002年12月9日废弃,准备改建为公园,YouTube用户mtrombelli提供一段新闻系学生拍摄的记录片,留下监狱最后景象、空荡牢房与拆除过程;Flickr用户ispic有个照片集,在拆除前夕拍摄而成。 |
33 | হেক্টর বেবেঙ্কো ছিলেন এর নির্দেশনায় আর বহুল বিক্রিত বই এস্তাকো কারান্দিরু (কারান্ডিরু স্টেশন, এখনো ভাষান্তরিত হয়নি) এর ছায়বলম্বনে এটি তৈরি। এই বইটি লিখেছেন উজ্জীবিত ব্রাজিলিয়ান ডাক্তার ড্রাউজিও ভারেল্লা, যিনি এইডস মাহামারি নিয়ে ১৯৮৯ থেকে ২০০১ পর্যন্ত কারান্দিরুতেহ স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন। | 各位若想深入瞭解卡朗迪鲁监狱与大屠杀事件,应先观赏备受好评的影片《卡朗迪鲁》,本片由Hector Babenco执导,发想自巴西医师Drauzio Varella的畅销作品《卡朗迪鲁车站》(Estação Carandiru),这位医师在1989年至2001年志愿在这栋监狱里服务,协助治疗爱滋病。 |