Sentence alignment for gv-ben-20120226-23069.xml (html) - gv-zhs-20120313-10565.xml (html)

#benzhs
1কলম্বিয়া: দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওর জন্যে নাগরিক সাংবাদিককে হুমকি哥伦比亚:公民记者暴红影片引来恐吓搜扰
2নাগরিক সাংবাদিক ব্লাদিমির সানচেজ ইতোমধ্যেই হুমকি পেয়েছেন একটি ভিডিও নির্মাণের কারণে।公民记者布赖迪.
3তার ভিডিওতে গত ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বিয়ার হুইলা বিভাগে জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদরত জোর করে উচ্ছেদ করা কৃষক এবং জেলেদের দেখানো হয়েছে। তিন দিনেরও কম সময়ে ছয় লাখের বেশি লোক এই ভিডিওটি দেখেছে।桑切斯 (Bladimir Sánchez) 拍摄了哥伦比亚巫拉省 (department of Huila) 农、渔民为反对政府兴建水坝,于 2 月 14 和 15 日展开抗议活动,却遭当局强制驱离的情况。
4পাবলিমেট্রোতে [স্প্যানিশ ভাষায়] কামিলো আন্দ্রেস গার্সিয়া বলেছেন যে মাত্র দুই দিনে পাঁচ লাখ লোক ভিডিওটি দেখার কারণে এটি সম্ভবত সবচেয়ে বেশি দেখা কলম্বিয়ান নাগরিক ভিডিও হিসাবে ইতিহাস সৃষ্টি করতে পারে।影片上传后短短三天不到,就吸引了超过 60 万人次点阅,但布赖迪的生命安全也因此受到威胁。
5কলম্বিয়ান সরকার যে ভিডিওটি দেখাতে না চায় না [স্প্যানিশ ভাষায়] নামের ভিডিওটিতে সহিংস উচ্ছেদের সম্মুখীন দুই নদীর তীরবর্তী সম্প্রদায়গুলো স্থায়ী বাঁধ তৈরীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে রুখে দাঁড়ানো এবং সহিংসতা মোকাবেলা করার সময় তাদের আহত হওয়ার চিহ্নগুলো একসাথে দেখাচ্ছে।卡蜜诺 (Camilo Andrés García Cortés) 在 Publimetro [西班牙文] 网站上表示,这支影片两天内就累积 50 万人次点阅,有望成为哥伦比亚人气最高的公民影片。
6সম্প্রদায়গুলো বাঁধ নির্মাণে বিরোধিতা করার কারণ প্রকল্পের কারণে নদীটি সরে গেলে তারা জীবিকাহীন হয়ে পড়বে।这支“哥伦比亚政府不想让人民看的影片”记录了当局暴力驱离和平抗议的居民,同时也证实受伤民众所言非假。
7সংঘর্ষ বর্ণনা করার সময় আহত প্রতিবাদকারী- উপস্থিত সম্প্রদায়ের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উভয়েই-বলেছেন যে বারবার আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষের প্রতি কোন রকম সহিংসতা প্রদর্শন না করা সত্ত্বেও পুলিশ সাংবাদিক, শান্তি পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থাগুলোকে বিক্ষুদ্ধ এলাকায় যেতে দেয়নি।水坝兴建完成之后,河水将被导为大坝发电所用,而仰赖这条河水的居民也将面临生存困境。 根据冲突现场目击民众和记者的说法,尽管政府以武力相向,抗议民众并没有暴力反击,另外,记者、和平观察员和人权组织全都不得进入抗议现场。
8জাতীয় সরকার এবং এমগেসার সমন্বয়ে হিংস্র কর্মটি [ সম্পাদকীয় নোট: বেসরকারী কোম্পানীটি জলবিদ্যুতের বাঁধের জন্যে এটা অনুমোদন করেছিল] নিরস্ত্র কৃষক এবং জেলেদের বিরুদ্ধে সম্পাদিত হয়। এই আক্রমণে আহত অনেকের মধ্যে নির্মাণ কর্মী লুই কার্লোস ত্রুহিলো ওব্রেগন তার ডান চোখটি হারিয়েছেন।面对国民政府和 Emgesa 公司 (编按:Emgesa 是取得兴建水坝工程的民营企业) 联手暴力驱赶,手无寸铁的抗议民众仅是手牵着手围绕马达兰河 (Magdalena River),或跳河躲避催泪瓦斯和震撼弹。
9পাবলিমেট্রোর [স্প্যানিশ ভাষায়] সঙ্গে সাক্ষাৎকারে ব্লাদিমির তার প্রাপ্ত হুমকি সম্পর্কে আলোচনা করেছেন:当局猛烈攻击造成数人受伤,其中包括一名建筑工人路易斯 (Luis Carlos Trujillo Obregón) 因此右眼失明。
10আমি একটি ফোনকল পাই, কল আইডেন্টিফায়ারে এর নম্বর দেখা যায়নি (-) আমার মেইলে অনেক বার্তা পাঠানো হয়েছে।布赖迪接受 Publimetro 访谈时提到自己收到的恐吓讯息 [西班牙文]:
11তারা বলে যে আমি ফার্ক বা ইএলএনের সাথে যুক্ত, এজন্যেই আমি সরকারি পুলিশ বাহিনীকে আক্রমণ করছি। কিন্তু আমি সেগুলোর কেউ নই।除了接到未显示号码的电话,我也收到很多信,他们指控我是哥伦比亚革命军 (FARC)、国家解放军 (ELN) 的一份子,还说我意图攻击警方。
12আমি শুধুমাত্র একজন ভিডিওগ্রাহক যে হুইলা বিভাগে ঘটমান বাস্তবতাটি দেখাতে চায়।我跟那些组织根本八竿子打不上边,我只是个单纯的摄影师,只想忠实记录巫拉省发生的情况。
13২৩ ফেব্রুয়ারি ব্লাদিমির তার ফেসবুকের পাতা জেইটগেইস্ট হুইলাতে [স্প্যানিশ ভাষায়] একটি মৃত্যু হুমকিসহ শাসানো ফোন কল পাওয়ার কথা পোস্ট করেছেন।布赖迪 2 月 23 日在自己名为“巫拉时代精神”的脸书专页上发文表示,他近来不断受到恐吓骚扰电话,其中一通甚至威胁要取他性命。