# | ben | zhs |
---|
1 | বাহরাইন নাগরিক সাংবাদিকদের জন্য স্বর্গ নয় | 巴林的公民记者没有天堂 |
2 | এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ । | 巴林警方“巴掌”事件的影片快速蔓延之后,内政部长发表一则声明表示,“任何人拍摄到这种行为应立即呈报”至相关当局。 |
3 | বাহরাইনি পুলিশের মারা চড়ের ভিডিও দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি প্রদান করেন যেখানে তিনি উল্লেখ করেন “ যদি কেউ এ রকম কোন ঘটনার ভিডিও ধারণ করে, তাহলে যেন সাথে সাথে ” কর্তৃপক্ষকে সংবাদ প্রদান করে। | 但是两天后,摄影记者遭逮捕的新闻震惊许多人,因为这与当初部长的声明形成对比。 |
4 | এর ঠিক দুদিন পরে এবং এই বিবৃতির বিপরীতে একজন ফটো সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা সবাইকে হতভম্ব করে দেয়। | 摄影记者Ahmed Humaidan及其美国摄影学会会员证的照片。 |
5 | ফোটো সাংবাদিক আহমেদ হুমাইদান এবং তার আমেরিকান ফটোগ্রাফিক সোসাইটির সদস্যপদ-এর @আহমেদআলফারদান১ দ্বারা প্রকাশিত | 由@ahmedalfardan1发布 |
6 | দি ইউরোপিয়ান বাহরাইন অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস নামক সংস্থা টুইট করেছেঃ | 欧洲巴林人权组织(EBOHR)在推特上发表: |
7 | @ইবিহিউমানরাইটস: গতকাল মাঝরাতে বাহরাইন সিটি সেন্টার মল থেকে থেকে গ্রেপ্তারকৃত তরুণ ফটোগ্রাফার আহমেদ হুমাইদান এখনো নিঁখোজ। | @EBOHumanRights:青年摄影家Ahmed Humaidan昨晚在巴林市中心商场遭逮捕且失去联系。 |
8 | ফটোসাংবাদিক আহমাদ আলফারদান এর সাথে যোগ করেছে : | 摄影记者Ahmed AlFardan补充: |
9 | @আহমেদআলফারদান২: বাহরাইন সিটি সেন্টার থেকে ১৫ জনের বেশী ছদ্মবেশী পুলিশ হুমাইদানকে ধরে নিয়ে গেছে#ফ্রিহুমাইদান#ফ্রিবাহফটোগ্রাফার# #sitrapic.twitter.com/pSeM9YgJ | @AhmedAlFardan2:超过15名便衣警察在巴林市中心逮捕Humaidan #freehumaidan #freebhphotographer#sitrapic.twitter.com/pSeM9YgJ |
10 | সাইয়েদ হুসাইন লিখেছেন: | Sayed Hassan写到: |
11 | @ওয়েলক্সটি: #বাহরাইনের ফটোগ্রাফার এবং সাংবাদিকদের জন্য একটা কালো দিন। পুরস্কার বিজেতা নাগরিক ফটো সাংবাদিক #ফ্রিহুমাইদানকে গতকাল গ্রেফতার করা হয়েছে pic.twitter.com/c4ak9VFH | @WLEXT:这对#Bahrain的摄影师和记者来说是悲伤的一天,获奖的公民摄影记者#FreeHumaidan昨天遭逮捕pic.twitter.com/c4ak9VFH |
12 | নিজের তোলা বিভিন্ন পুরস্কার বিজয়ী ছবিসহ আহমেদ হুমাইদান, এবং তার গ্রহণ করা কিছু পুরস্কার। | Ahmed Humaidan、他的获奖照片与他获得的奖项。 |
13 | কুয়েতের লেখক এবং মানবাধিকার একটিভিস্ট হাদেল বুকারিইস টুইট করেছে: | 科威特作家及人权人士Hadeel Buqrais在推特上发布: |
14 | @হাদেলবুকারিইস: ফটো সাংবাদিক আহমেদ-এর হত্যার ঘটনা কৌশলে এড়ানোর কৌশল হিসেবে আহমেদ হুমাইদিন লক্ষ্যবস্তু বানানো হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে | @HadeeLBuQrais: 杀害摄影记者Ahmed Ismail的凶手逃离法网后,摄影记者Ahmed Humaidan遭锁定和逮捕。 |
15 | আহামেদ একজন ভিডিওগ্রাফার যিনি গত বছর সালামবাদ নামক এলাকায় এক বিক্ষোভের ছবি ধারণ করার সময় নিহত হন। | 摄影师Ahmed Ismail,去年在Salambad拍摄抗议活动时遭杀害。 |
16 | এক বেসামরিক নাগরিকের গাড়ি থেকে তাকে গুলি করা হয়। | 子弹来自平民汽车。 |
17 | দি দোহা সেন্টার ফর মিডিয়া ফ্রিডম এক বিবৃতি জারি করেছে যেখানে বলা হচ্ছে : | 杜哈媒体自由中心(DCMF)发表一篇声明: |
18 | হুমাইদান-এর দ্রুত মুক্তির দাবীতে এবং তার সম্বন্ধে তথ্য অনুসন্ধানে দোহা সেন্টার ফর মিডিয়া ফ্রিডম বাহরাইন ইয়োথ সোসাইটির সাথে যুক্ত হচ্ছে. … | 杜哈媒体自由中心将与要求立即释放Humaidan的巴林人权青年社会(BYSHR)一同查探此事。 […] |
19 | ফটো সাংবাদিকতায় হুমাইদান ১৪০টির বেশী আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এবং ফটোগ্রাফি প্রতিযোগিতায় সর্বোচ্চ পুরস্কার জেতার তালিকায় তিনি দ্বিতীয় আরব। | Humaidan获得超过140项国际摄影记者奖项,也被认为是摄影比赛中第二重要的阿拉伯获奖摄影师。 |
20 | জইনাব হাশেমি এর সাথে যোগ করেছে: | Zainab Hashemi补充说: |
21 | @জইনাবহাশেমি: তারা সবসময় তাদের এই শক্তি এবং নিষ্ঠুরতা প্রদর্শনের বিষয়টির প্রকাশ হয়ে যাওয়া নিয়ে শঙ্কিত, তাই তারা হামাইদানকে গ্রেফতার করেছে, আগামীকাল সামেরা রাজেব [বাহরাইনের তথ্যমন্ত্রী] আমাদের আগের মতই বলবে, বাহরাইনের সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে। | @ZainaBHashemi:政府逮捕他的原因是因为,他们一直以来都惧怕任何公布他们暴力与傲慢的人。[ 新闻部长]Sameera Rajabp明天会一如往常地说:我们巴林有新闻自由。 |