# | ben | zhs |
---|
1 | ইরান: কুদস প্রতিবাদ দিবসের ভিডিও | 伊朗:耶路撒冷日抗争实况 |
2 | সেপ্টেম্বরের ১৮ তারিখে ইরানের প্রতিবাদকারীরা সবুজ পোশাক পরে, বিরোধীদের সমর্থন করার জন্য। | 9月18日,伊朗抗议群众身着绿色支持在野阵营,再次批判伊朗政府,在Tehran、Shiraz、Isfahan及其他城市走上街头反抗独裁。 |
3 | তারা তেহরান, শিরাজ, ইস্পাহান এবং অন্য বেশ কয়েকটি শহরের রাস্তায় আরো একবার জড়ো হয় ইরান সরকার বিরোধীতা করার জন্য ও একনায়কতন্ত্রের প্রতিবাদ করার জন্য। | |
4 | দিনটি ইরান সরকার কুদস দিবস (ইরানে এই দিনটি পালন করা হয় ইজরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য) হিসেবে পালন করে থাকে। | 伊朗政府在这天庆祝「耶路撒冷日」(Quds Day),支持巴勒斯坦反抗以色列,但在野阵营则要求伊朗自由,而非追求解放外国土地。 |
5 | কিন্তু এবার বিরোধীরা বিদেশী ভূমি স্বাধীন করার বদলে স্বদেশের স্বাধীনতার জন্য আহ্বান জানান। ইরানের প্রতিবাদকারীরা স্লোগান দিচ্ছিল “গাজা বা লেবানন নয়! | 伊朗抗议群众高喊口号,包括「不是加萨、不是黎巴嫩」、「我准备为伊朗牺牲生命」、「独裁者下台!」、「俄罗斯垮台」等。 |
6 | আমার জীবন ইরানের জন্য উৎসর্গীকৃত! স্বৈর শাসক নিপাত যাক! | 参与民众以照片(如上图)及影片记录活动。 |
7 | এবং রাশিয়া নিপাত যাক'। | 支持在野阵营领袖 |
8 | লোকজন যে শোভা যাত্রায় অংশ নিয়েছে সেই তথ্য জানাচ্ছে ছবি (উপরের) এবং ভিডিও। | |
9 | বিরোধী নেতাদের সমর্থন করা তেহরানের কেন্দ্রীয় অংশ কারিমখানে প্রতিবাদকারীরা বিরোধী নেতা মীর হুসেন মৌসাভী ও মেহদি কারুবীর সমর্থনে আওয়াজ তুলে। | 首都德黑兰(Tehran)市中心Karimkhan地区的抗议群众高喊口号,支持在野阵营领袖穆沙维(Mir Hussein Mousavi)及卡鲁比(Mehid Karoubi)。 |
10 | শহীদের মা | 烈士的母亲 |
11 | জুনের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের কিছু দিন পরে এক প্রতিবাদ বিক্ষোভের সময় সোহরাব আরবী নামের এক তরুণ মারা যায়। তার মা কুদস দিবসের প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করে (নিচের আই রিপোর্ট ভিডিওতে যেমনটা প্রদর্শন করা হচ্ছে)। | 在六月总统大选前几天,Sohrab Arabi这位年轻人在抗争活动遭人杀害身亡,他的母亲也参加了「耶路撒冷日」的抗议行动(如以下iReport影片所示),民众高喊口号包括「Sohrab与我们同生!」、「政府已死!」。 |
12 | সে সময় জনতা আওয়াজ তুলে সোহরাব বেঁচে আছে! | iReport网站上还有更多抗议现场片段。 |
13 | এবং সরকার মারা গেছে! | 警告政府 |
14 | আইরিপোর্টে প্রতিবাদের আরো অনেক ভিডিও। | 抗争群众在德黑兰Vesal街上高喊:「这是最后警告,『绿色运动』准备起义!」: |
15 | সরকারকে সতর্ক করা | Shiraz地区民众高呼俄罗斯垮台 |
16 | প্রতিবাদকারীরা তেহরানের ভেসাল সড়কের আওয়াজ তুলে, এটাই তোমাদের জন্য শেষ সতর্ক বার্তা, গ্রীন আন্দোলন বাড়ছেই! | Shiraz地区民众在「耶路撒冷日」这天集结,但反对目标并非以色列,而是俄罗斯,因为在野阵营指控俄国负责训练政府迫害人民的部队。 |
17 | সিরাজ: রাশিয়া নিপাত যাক | 校对:Soup |
18 | সিরাজ শহরের প্রতিবাদকারীরা কুদস দিবসে শোভাযাত্রা বের করে, কিন্তু তারা ইজরায়েলের বদলে রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়াকেই পছন্দ করেছে। | 9月18日,伊朗抗议群众身着绿色支持在野阵营,再次批判伊朗政府,在Tehran、Shiraz、Isfahan及其他城市走上街头反抗独裁。 |
19 | এই ব্যাপারটি ঘটে তখন, যখন ইরানের বিরোধীরা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা ইরান সরকারের দমনকারী বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। | 这里是影片 |