# | ben | zhs |
---|
1 | ইরান: ইউটিউব, ব্রডওয়ে সঙ্গীত আর নির্বাচন | 伊朗:总统大选影片记录 |
2 | ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণাকারীরা ইউটিউবকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন তাদের প্রিয় প্রার্থীকে তুলে ধরতে বা প্রতিদ্বন্দ্বীকে নীচু করে দেখাতে। | |
3 | ১২ই জুনে ৪জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, যার মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও ছিলেন। | |
4 | অন্যরা ছিলেন মির হুসেইন মুসাভি, মেহদি কাররাউবি আর মোহসেন রাজাই। | 2009年伊朗大选的候选人阵营均以不同方式运用YouTube,有些是为候选人宣传,有些是为抨击对手。 |
5 | ইউটিউবে প্রকাশিত একটা ভিডিও ‘এনিথিং ইউ ক্যান ডু' নামে একটা পুরানো ব্রডওয়ে গানের সুরের সাথে তুলনা করেছে আগের প্রধানমন্ত্রী মির হুসেইন মুসাভির সাথে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের। ভিডিওর শেষ হয়েছে এই বলে যে মুসাভি আহমাদিনেজাদের থেকে বেশী বাস্তববাদী যার রাজনীতি ইরানের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করেছে। | 6月12日总统选举共有4位候选人,包括现任总统阿曼尼内贾德(Mahmoud Ahmadinejad),其他3人为穆沙维(Mir Hussein Mousavi)、卡鲁比(Mehdi Karroubi)及雷萨(Mohsen Rezaei)。 |
6 | আর একটা ইউটিউব চলচ্চিত্র আছে যার লক্ষ্য করা হয়েছে ভূতপূর্ব সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতেমীকে যিনি মুসাভির পক্ষে প্রচারণা করেছেন। যেমন তেহরান পোস্ট একবার উল্লেখ করেছে যে ইরানে সব থেকে জনপ্রিয় ধারার কৌতুক হচ্ছে গোত্রীয় মজা। | YouTube网站上有一段影片,比较前总理穆沙维及现任总统阿曼尼内贾德,背景音乐为百老汇老歌「Anything You Can Do」,影片最后的文字认为前者较后者理性,而后者政策有损伊朗经济。 |
7 | এই ধরনের কৌতুক সাধারণত: আজেরী তূর্করা বেশী করে থাকে। | 还有一个片段的主角为前改革派总统卡塔米(Mohammad Khatami),他正在为穆沙维助选。 |
8 | এই ভিডিওতে খাতেমী আর্দেবিলের স্থানীয় (আজেরী) ধর্মগুরু সম্পর্কে একটি মজার কথা বলেছেন যে বোকার মতো কিছু করেছিল। যদিও তার ইচ্ছা ছিল দেখানো যে আর্দেবিল বাসীরা খুবই গুণী। | 《德黑兰邮报》曾指出,涉及种族的笑话在伊朗总是最受欢迎,而多数主角都是亚塞拜然裔土耳其人,在以下片段中,卡塔米说了[波斯文]一个笑话,关于有位亚塞拜然裔教长为证明Ardebil民众都是天才,却做了很蠢的事;数百名亚塞拜然学生为此抗议卡塔米的笑话(见影片),并要求同具亚塞拜然裔背景的穆沙维谴责卡塔米,而卡塔米本人则声称影片为剪接造假。 |
9 | কয়েক শত আজেরী ছাত্র এই মজা করার জন্য খাতেমীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে (ভিডিওটা দেখুন), আর মুসাভিকে (যিনি নিজেও আজেরী) অনুরোধ করেছে যাতে তিনি খাতেমীকে এ জন্যে তিরষ্কার করেন। | 伊朗博客兼记者Digital Kalashnikov记录此次大选里几项特别事件,最近公布的片段中,前国会议长兼总统候选人卡鲁比与支持者强行突破Amir Kabir大学的校门,因为校方禁止他前往该校演说。 |
10 | এর মধ্যে খাতেমী দাবী করেছেন যে এই চলচ্চিত্র ভুয়া। | 校对:Soup |
11 | ইরানে বসবাসরত একজন ব্লগার আর সাংবাদিক ডিজিটাল কালাশনিকভ এই প্রেসিডেন্ট প্রচারণার সময়ের বেশ কয়েকটা মজার ঘটনা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলেন। | |
12 | তার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে ভূতপূর্ব সংসদের স্পিকার মেহেদি কাররাউবি আর তার সমর্থকরা জোর করে আমির কবির বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙ্গে ঢুকে পড়ে যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করেছিল যে কোন ধরনের বক্তব্য দেয়া থেকে। | |