# | ben | zhs |
---|
1 | ডেনমার্ক: পরিবেশ দেনার এজেন্টরা আসছেন | 丹麦:气候讨债集团将至 |
2 | হাজার হাজার মানুষ এ বছর ডিসেম্বর মাসে কোপেনহেগেন যাচ্ছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দানের জন্য। তাদের মধ্যে যদি আপনি একজন হন, সম্ভাবনা আছে যে আপনি ডেনমার্ক, কেনিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে আর জাম্বিয়া থেকে আগত একদল মানুষের মুখোমুখি হবেন যারা লাল পোষাক পরে থাকবেন। | 若你和其他数千人一样,都将在12月前往丹麦哥本哈根,参与联合国气候变迁高峰会,你有可能会遇见一群穿着一身红衣的男女,他们分别来自丹麦、肯尼亚、坦桑尼亚、乌干达、津巴布韦与赞比亚。 |
3 | তারা পরিবেশ দেনার এজেন্ট, আর তাদের কাজ হচ্ছে ডেনমার্কসহ শিল্পোন্নত দেশগুলো যাতে তাদের পরিবেশ সংক্রান্ত দেনা পরিশোধ করেন উন্নয়নশীল দেশকে সেটা দেখা। আপনি যদি ডেনমার্কে থাকেন, আর একটা পোষাক পরে তাদের সাথে যোগ দিতে চান, এখানে আবেদন করতে পারেন। | 他们是「气候讨债集团」(Climate Debt Agents),职责是要求丹麦政府偿还亏欠开发中国家的「气候债」,若各位身在丹麦,也希望加入他们的行列,请到这里申请,亦可浏览他们的博客及Facebook。 |
4 | তাদের ব্লগ বা ফেসবুকে আরও বিস্তারিত জানতে পারবেন। মূল্য কে দেবে? | 谁来买单? |
5 | ধনী দেশ যখন এমন সিদ্ধান্ত নেয় যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, দারিদ্রে বাস করা মানুষজন সব থেকে বেশী মূল্য দিয়ে থাকেন। প্রযুক্তি দিয়ে অনেক স্থানের খরা, ক্ষুধা আর মৃত্যু রোধ করা যেত যেমন উন্নত পানি সংরক্ষণের ব্যবস্থা যা সবাইকে নতুন জলবায়ু পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। | 富国许多决定都对环境造成负面影响,但贫民却因此背负钜额代价,气候变迁造成旱灾、饥荒与死亡,但只要拥有储水设备等科技,就能避免许多地区造成这种情况,也帮助当地社区因应新气候状态。 |
6 | কিন্তু এর জন্য অর্থ প্রয়োজন। | 但一切都得花钱。 |
7 | আন্তর্জাতিক দারিদ্র বিরোধী সংস্থা একশন এইড এর এ সংক্রান্ত এক সংক্ষিপ্ত রিপোর্টের শিরোনাম হচ্ছে কে পরিবেশের দেনা শোধ করবে?। | 国际反贫穷组织「ActionAid」曾发表简短报告名为「谁该偿付气候债?」[ |
8 | এই সংস্থা দেনার হিসাব করেছেন ১৩৫ বিলিয়ন ইউরো প্রতি বছর ২০২০ পর্যন্ত, আর প্রস্তাব করেছেন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এটা কিভাবে ভাগ করে দেয়া যায়। | PDF档],其中估算至2020年时,总债务将高达1350亿欧元,并建议各国应背负的比例。 |
9 | গত ৩ মাসে, এম এস একশন এইড ডেনমার্ক অনলাইন আর অফলাইনের একদল কর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের বার্তা পৌঁছানোর জন্য। তাদেরকে গবেষণার জন্য কেনিয়া, ব্রাসেলস আর ডেনমার্কে পাঠিয়েছে আর তাদেরকে গ্লোবাল ভয়েসেস এর ব্লগারদের সাথে জুটি করে দিয়েছে যারা তাদেরকে ৬ সপ্তাহ ধরে ব্লগিং এর ব্যাপারে শিখিয়েছেন। | 过去三个月以来,MS ActionAid Denmark训练一批网络及实体成员,协助散播相关讯息,派遣他们前往肯尼亚、比利时与丹麦,并让学员与全球之声博客配对,以远距方式进行为期六星期的博客指导与训练。 |
10 | তাদের ওয়েবসাইটে, দেনা এজেন্টে পরিণতরা জানিয়েছেন: “আমার পরিবেশের ন্যায় বিচার আর ন্যায় বিচারের বিশ্ব চাই। | 这些学员兼讨债集团成员在网站上表示:「我们追求气候正义与全球正义,为达这个目标,各国决策者的态度必须有所改变,才能明白自己必须偿还气候债。」 |
11 | এটা পাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণকারীদের মনোভাবের পরিবর্তন প্রয়োজন যাতে তারা বুঝতে পারেন আর তাদের জলবায়ু দেনা শোধ করেন।“ | 校对:Soup |