# | ben | zhs |
---|
1 | সিরিয়াঃ বিক্ষোভ বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হবার সংবাদ | 叙利亚:反政府示威扩大、电信受阻相关报导 |
2 | এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ-২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ | [本文英文版原载于2011年5月6日] |
3 | সিরিয়ার টুইটার ব্যবহারকারী সংবাদ প্রদান করছে যে যখন সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট সেবা আজ ব্যাহত হতে থাকে। | 叙利亚的推特用户表示,行动網絡电信今天被中断了,因为全国各地持续发生抗议活动。 |
4 | ফিউরিয়াস সিরিয়ান সংবাদ প্রদান করছে: | Furious Syrian报导: |
5 | #সিরিয়ায় মোবাইল ইন্টারনেট এবং থ্রিজি নেট কাভারেজ-এখন বন্ধ হয়ে রয়েছে। | 叙利亚境内的行动網絡及3G门户都没讯号,国内仅有的两家手机电信公司由阿桑德的堂兄莱米(Rami Makhlouf)所有。 |
6 | এই দুটি মোবাইল কোম্পানীর-এর মালিক আসাদের চাচাতো ভাই রামি মাখালুফ। | 人权斗士威森泰瑞夫(Wissam Tarif)提到: |
7 | মানবাধিকার কর্মী উইসসাম তারিফ লিখছে: আল-আসাদের শাসন #হোমাস#জাবাদানি#মাদাইয়া এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে এছাড়াও #হোমাস, #ইস্টার্ন গোট্টা, #দামেস্কের উপশহর-এর কেন্দ্রীয় এলাকায় টেলি-যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। | 阿桑德政府已关闭霍玛士(Homs)、渣巴达尼(Zabadani)、玛达雅(Madaya),以及#Hama #Eastern Gotta #Damascus Suburbs地区的通讯。 |
8 | এবং রাজানিয়ত এর সাথে যোগ করেছে : | 拉札尼(Razaniyat)补充: |
9 | দামাস্কে, আলেপ্পো এবং বানায়াস-এ থ্রিজি মডেম-এর সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে#সিরিয়া#ফেসবুক | 在大马士革、阿勒波(Aleppo)及班雅士(Banyas),3G USB数据机都不能使用。 |
10 | এ্যানোনিমাস সিরিয়া নিশ্চিত করেছে: | Anonymous Syria证实: |
11 | @রাজানিয়াত, #আল্লেপোতে বাস করা এক বন্ধুর কাছে থ্রিজি মডেম রয়েছে, সে আমাকে বলেছে যে এমটিএন এবং সিরিয়াটেল দুটোই কাজ করছে না #সিরিয়া | @Razaniyat有一个在阿勒波的朋友告诉我,MTN和Syriatel的3G数据机都不能用了。 |
12 | এছাড়াও সংবাদ রয়েছে যে কয়েকটি টেলিফোন সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। মালাথা উমরান টুইট করেছে : | 也有消息指出,某些地区的市话线路也被切断,马拉(Malath Aumran)在/ 推特上说: |
13 | #বানইয়াস, সিরিয়ায়; টেলিফোন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। | 叙利亚班雅士已遭断电、市话也不通。 |