Sentence alignment for gv-ben-20100704-11586.xml (html) - gv-zhs-20100703-5437.xml (html)

#benzhs
1রাশিয়া: অর্থের বিনিময়ে ব্লগ লেখকদের নেটওয়ার্ক উন্মোচিত俄罗斯:揭露收费博客
2সম্প্রতি রাশিয়ান ব্লগার আর রাজনৈতিক কর্মী রোমান দোব্রখতোভ (যার সাক্ষাৎকার গত বছর গ্লোবাল ভয়েসেস প্রকাশ করেছিল) একটা তদন্ত চালিয়েছেন যে রাশিয়ার ব্লগ জগৎে কিভাবে অর্থ দিয়ে রাখা ব্লগারদের একটি নেটওয়ার্ক কাজ করে।
3তিনি লিখেছেন যে এমন চাকুরি ভুক্ত ব্লগার নেটওয়ার্কের প্রতিনিধিরা তার সাথে তিনবার দেখা করেছেন, আর তাকে প্রতি লেখার জন্য ২৩ থেকে ৫০ মার্কিন ডলার পর্যন্ত দিতে চেয়েছে।
4অর্থের বিনিময়ে যারা লেখেন এমন প্রত্যেক ব্লগারের ক্ষেত্রে আশা করা হয় যে লেখার সময় তারা বিশেষ একটা দৃষ্টিভঙ্গী অনুসরণ করবেন।多柏柯托夫(Roman Dobrokhotov)为俄罗斯博客兼政治运动者,去年曾接受全球之声访问,他最近调查俄国博客收费模式究竟如何运作,他表示,多名付费博客网络业务曾联络他三次,每篇文章价码介于23美元至50美元。
5শেষ যে প্রস্তাব দোব্রখতভ পেয়েছেন তা ছিল অনেকটা প্রথার বাইরে: রাশিয়ার পুলিশ নিয়ে ভালো কথা লেখা:博客若同意收费撰写内容,每当提及特定议题时,理应提供独到观点,多柏柯托夫最近一次接到的邀约内容相当不寻常,希望他帮俄国警方写些好话:
6গারিন -স্টুডিও কোম্পানির একজন ম্যানেজার আমাকে একটা পোস্ট লেখার প্রস্তাব দিয়েছিলেন যেখানে পুলিশ সম্পর্কে ভালো কিছু মন্তব্য করা হবে।
7প্রথম পোস্টের জন্য -২০০০ রুবল (৬৩ মার্কিন ডলার) অন্য গুলোর জন্য - প্রত্যেকটি ১০০০ রুবল (৩১ মার্কিন ডলার)।Garin-studio公司经理人希望我撰写一系列文章,突显警方正面事迹,第一篇文章费用63美元,其余每篇31美元。
8আমি বিস্তারিত তথ্য বের করতে সমর্থ হয়েছি। বের হয়েছে যে কোম্পানিটির গ্রাহক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মস্কো পুলিশ ডিপার্টমেন্ট না।我后来挖掘出更多细节,该公司客户原来是联邦政府内政部,而非莫斯科警察局,更特别的是,这个案子来自国家安全局(理应负责管控与监督警察),原来这就是他们做事的方式。
9আরো মজার যে ব্যাপার তা হল, আদেশ এসেছে অভ্যন্তরীণ নিরাপত্তা ডিপার্টমেন্ট থেকে [যারা পুলিশকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে] (আহা, এরা তাহলে এই কাজ করে!)।这个案子共有50位博客参与其中,不过若是最热门的博客(如Radulova),安全局会直接与他们联系,就我所知,内政部不只委托Garin-studio一家公司。
10এই প্রকল্পে ৫০ জনের মত ব্লগার জড়িত আছেন, যদিও তাদের কারো কারো জন্য, বিশেষ করে জনপ্রিয়দের সাথে (উদাহরণস্বরূপ রাদুলোভা) গ্রাহক সরাসরি যোগাযোগ করে।其他博客注意到,在Natalia Radulova及Maxim Aleksandrov两人的知名博客上,几乎同时出现赞扬警方的文章。
11গারিন-স্টুডিও, আমি যতদূর বুঝেছি, একমাত্র কন্ট্রাক্টর না যাকে [স্বরাষ্ট্র মন্ত্রণালয়] ব্যবহার করে।多柏柯托夫自行统计,至少有38位博客据称与Garin-studio公司签约,并参与这项「警方宣传活动」,其中不乏知名博客。
12অন্যান্য ব্লগাররা কাছাকাছি সময়ে প্রকাশিত এই ধরনের বেশ কটি পোস্ট দেখেছেন যাতে পুলিশ সম্পর্কে ভালো মন্তব্য আছে - বিশেষ করে নাতালিয়া রাদুলোভার ব্লগ আর একটা জনপ্রিয় ব্লগ ম্যাক্সিম অ্যালেক্সান্দ্রভের ব্লগে।
13দোব্রখতাভ অন্তত ৩৮ জন ব্লগার পেয়েছেন যাদের গারিন-স্টুডিওর সাথে কথিত সম্পর্ক আছে আর তারা ‘পুলিশ প্রচারণার' সাথে জড়িত। এদের মধ্যে উচ্চস্তরের কিছু ব্লগারও আছে।他亦分析多少热门博客在同一时期提及同一件事,如75位博客曾在同一星期内,都曾出现有关手机应用程序的类似文章(包括ibigdan、katoga、allan999、bydyry、sviridenkov等前25大博客);又例如17位博客都提到减重药品。
14তিনি বিশ্লেষণ করেছেন যে কতজন জনপ্রিয় ব্লগার একই সময়ে একই জিনিষ নিয়ে লিখেছেন: এক সপ্তাহে প্রায় ৭৫ জন ব্লগার মোবাইলের কাজ নিয়ে একই ধরনের পোস্ট দিয়েছেন (যার মধ্যে প্রথমসারির ২৫ জন ব্লগার যেমন ইবিগদান, কাতোগা, আল্লান৯৯৯, বাইদিরাই আর সিরিদেনকভ আছেন), ১৭ জনের মতো ব্লগার ওজন কমার ঔষধ নিয়ে লিখেছেন।
15সাধারণভাবে বললে, অর্থ দিয়ে রাখা ব্লগার সারা বিশ্বে দেখা যায়। যুক্তরাষ্ট্রে ২০০৯ সালে প্রায় শতকরা ৮.整体而言,博客收费撰文为一全球现象,美国在2009年间,约有8.
16৫ জন ব্লগার তাদের লেখার জন্যে টাকা পেয়েছেন। যখন ব্লগিং আর সাংবাদিকতার মধ্যকার সীমা আবছা হয়ে যায়, তখন আগেরটা শখ না থেকে কাজে পরিণত হয়।5%的博客均曾收费产制内容,由于今日博客及新闻界线逐渐模糊,前者已不再只是种余暇嗜好,更成为一项专业,David Armano说明主流媒体与社会媒体进行置入性营销的流程:
17ডেভিড আরমানো মূলধারার মিডিয়া আর সামাজিক মিডিয়াতে অর্থের বিনিময়ে লেখার ধরন সম্পর্কে জানিয়েছেন:自营销学出现以来,采购媒体内容便曾从未消失,在数字时代里,计算方式或许不同,但原则很类似,先决定在何处花钱的效果最大,再寻找适合的数字环境购买媒体版面。
18মিডিয়া কেনার এই ব্যবসা বিস্তারিত ডিজিটাল জগৎে অনেক দিন ধরে চলছে বিপণন হিসাবে আর অন্যভাবে। যদিও এটাকে আলাদাভাবে মাপা যায়, মূল ব্যাপারটি একই।许多案例会透过广告公司中介,这种模式的最新形态是与专业公司合作,处理社群、网络、论坛、博客等媒体,这些公司拿到钱后,会安排客户信息出现在这些另类媒体中,虽然广告商或许无法掌控传播内容(例如博客仍可畅所欲言),但商人依旧付了钱购买这些版面。
19আপনি ঠিক করবেন যে আপনার টাকার সীমিত মূল্যের মাধ্যমে কোথায় সব থেকে বেশী প্রচার করতে পারবেন আর সেই অনুযায়ী ডিজিটাল পরিবেশে আপনার বক্তব্যের স্থাপনা ক্রয় করবেন যা ঠিক মনে হবে। অনেক ক্ষেত্রে, নানা এজেন্সিকে ব্যবহার করা হয় এসব চুক্তি সম্পাদনের জন্য।俄国收费博客的网络很庞大,但这些人先前并未曝光,还有博客「市场」(如blogun.ru),让客户能购买关于特定主题或产品的文章或链接,这种模式大都是如此运作:博客收费后,产制某种内容(如教学、特定主题式内容),有些博客收费后,要宣传特定产品(如置入性广告)。
20এই মডেলে হালের চল হল বিশেষায়িত ফার্মের সাথে পার্টনার হওয়া যারা নতুন মিডিয়া যেমন কমিউনিটি, নেটওয়ার্ক, ফোরাম আর ব্লগ নিয়ে কাজ করে।除了付费之外,还有其他形式,例如博客会谈论自己免费获得的产品,或是自已获邀出席的活动等,今日许多人信任博客的程度高于报纸或电视广告,如同信任自己的朋友,故人们打算宣传产品或活动时,会透过博客为媒介。
21এইসব ফার্ম টাকার বিনিময়ে আপনার প্রচারের ব্যবস্থা নেবে যাতে আপনার লেখা সামাজিক মিডিয়ার বিভিন্ন এলাকায় ছড়ায়।手中的钱,图片由Don Hankins制作
22একজন বিজ্ঞাপনদাতা হিসাবে যদিও যোগাযোগের মাধ্যমের উপরে আপনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ না থাকতে পারে (উদাহরণস্বরূপ, এই মডেলের ব্লগাররা এখন বলতে পারেন তারা যা চান) কিন্তু ‘প্রচারের স্থান' এর মূল্য দেয়া থাকে বা কেনা থাকে। রাশিয়াতেও, অর্থের বিনিময়ে ব্লগ লেখকদের অনেক বড় নেটওয়ার্ক আছে যাদেরকে সম্প্রতি সময় ছাড়া উদঘাটন করা হয়নি।The idea of a paid blog is that it uses this private channel of communication and gets more efficient in promoting certain things or ideas.
23এদেশে ব্লগ মার্কেট আছে (যেমন ব্লগুন.
24রু - blogun.ru), যেখানে মিডিয়া পরিকল্পনাকারীরা একটা পোস্ট বা লিঙ্ক অর্ডার করতে পারেন কোন নির্দিষ্ট বিষয় বা বস্তু নিয়ে।
25সাধারণত কাজ এইভাবে হয়: মাঝেমাঝে ব্লগাররা নির্দিষ্ট বিষয়বস্তু তৈরি করেন আর তার জন্য অর্থ পান (যেমন কোন একটা নির্দিষ্ট বস্তু নিয়ে টিউটোরিয়াল), আর মাঝে মাঝে তারা অর্থ পান নির্দিষ্ট জিনিষের প্রচারের জন্য (যেমন লুকানো কোন বিজ্ঞাপনের জন্য)। ‘অর্থের বিনিময়ে মিডিয়ার' হাল্কা একটা সংস্করণ হল ‘ক্ষতিপূরণ মিডিয়া': একজন ব্লগার কোন গ্যাজেট নিয়ে লেখেন যেটা তিনি উপহার হিসাবে পেয়েছেন বা একটা অনুষ্ঠান নিয়ে যেখানে তাকে আমন্ত্রণ জানান হয়েছে।Of course, there's always a moral dilemma: if a blog is supposed to provide personal information and is intended to offer “real communication,” hidden advertisement “violates” the unspoken contract between the blogger and his/her readers, which is based on mutual respect and sincerity.
26অনেকে কয়েকজন জনপ্রিয় ব্লগারকে সংবাদপত্রের লেখা বা টিভির বিজ্ঞাপনের থেকে বেশী বিশ্বাস করবেন- যেভাবে নিজের চেনা কাউকে বিশ্বাস করবেন যেমন একজন বন্ধুকে।
27এই কারনে যারা কোন বস্তু বা ঘটনার প্রচার চান তাদের জন্য ব্লগ একটা আকর্ষণীয় মাধ্যম। হাতে টাকা, ডন হ্যাংকিন্স এর ছবির কোলাজ所谓收费博客,即是希望运用私人传播管道,让宣传特定产品或想法时更有效果,当然,这么做也会引发道德争议,博客理应提供个人信息,做为真正传播的空间,这时若在其中隐藏广告,等于破坏博客及读者之间,以互相尊重及坦诚为基础的默契。
28অর্থের বিনিময়ে ব্লগের ধারণা হল যে এটি যোগাযোগের ব্যক্তিগত চ্যানেল ব্যবহার করে আর কিছু ধারণা জিনিষকে তুলে ধরতে বেশী কার্যকরী।
29অবশ্যই সবসময়ে এর নৈতিক একটা বিপদ থাকে: একটা ব্লগের সাধারণ কার্যকারিতা হয় যদি ব্যক্তিগত তথ্য দেয়া আর ‘আসল যোগাযোগের' তবে যদি সেটি যদি লুকানো বিজ্ঞাপন দেয়া তবে সেটি ব্লগার আর তার পাঠকদের মধ্যে না বলা চুক্তিটি তখন ‘ভঙ্গ' করে, যা পারষ্পরিক সম্মান আর আন্তরিকতার উপরে নির্ভরশীল।
30রাশিয়ার ব্লগ জগতের অদ্ভুত কিছু ব্যাপার আছে। প্রথমত, যেহেতু জনপ্রিয় বেশীরভাগ রাশিয়ান ব্লগ লাইভজার্নাল প্লাটফর্মে হোস্ট করা, লুকানো বিজ্ঞাপন আসলে সেখানে বেআইনি।俄国博客圈有些怪异之处,首先,最受欢迎的俄国博客多数建于LiveJournal这个平台,故置入性广告实属违法,该平台使用条款内载明,限制未经许可或同意的广告内容、宣传素材、垃圾邮件、连环信、金字塔式传销,但人们并未重视这项规定,目前只有tema一位热门博客,曾试图张贴经LiveJournal同意的广告,但其他知名博客并不支持这个构想。
31লাইফ জার্নাল (এলজে) এর ব্যবহারের নীতিমালায় পরিষ্কারভাবে অচেনা আর অনুমোদনবিহীন বিজ্ঞাপন দিতে মানা করা আছে (ব্যবহারকারীর আচরণের ধারা ৭ বলে: “আপনি রাজি হচ্ছেন এই সেবা নিম্নলিখিত কাজে না ব্যবহার করার জন্যে:…কোন অনিয়ন্ত্রিত বা অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশ করতে, আপলোড বা অন্যভাবে প্রচারের ব্যবস্থা করতে, প্রচারণাপত্র ছড়াতে, ‘জাঙ্ক মেইল','স্পাম', ‘চেইন চিঠি', ‘পিরামিড স্কিম' বা অন্য কোন ধরনের প্রচারণা চালাতে‘)।
32এই নিয়ম অনেকটাই উপেক্ষা করা হয়। মাত্র একজন জনপ্রিয় ব্লগার, এলজে ব্যবহারকারী তেমা, চেষ্টা করেছিলেন অনুমোদিত লাইভজার্নাল বিজ্ঞাপন তুলে ধরতে, কিন্তু তার প্রচেষ্টা জনপ্রিয় ব্লগারদের সমর্থন পায়নি।而且从多柏柯托夫的经验可见,收费博客有时会因此主张特定政治观点,或支持官方意见,他的调查结果让我们更加了解这块「灰色地带」,收费博客的身分曝光后,影响力也会下滑,因为读者会明白他们所言只是因为金钱;调查结果亦显示,内政部会透过网络影响俄国舆论,也因此引发一项重要问题:政府机构使用这种争议性营销手段是否适当?
33আরো গুরুত্বপূর্ণ হলো- আর উপরে বর্ণিত দোব্রখতোভের উদাহরণ তা তুলে ধরে- অর্থের বিনিময়ে ব্লগারদের নেটওয়ার্ক মাঝেমাঝে কিছু রাজনৈতিক ধারণা তুলে ধরে বা সরকারী রাজনৈতিক এজেন্ডা তুলে ধরে।
34ব্লগারের তদন্ত রুনেটের এই ‘ধূসর এলাকায়' আরো বেশী স্বচ্ছতা আনে।校對:Soup
35যেসব অর্থের বিনিময়ে ব্লগারদের উন্মোচন করা হয়েছে তারা কম ক্ষমতাবান, যেহেতু পাঠক বুঝতে পারে যে তারা কিছু বিষয় তুলে ধরে যেহেতু এটার জন্য তারা অর্থ পায়।
36আর একটা জিনিষ হল দোব্রখতোভ রাশিয়াবাসীর মতামতে প্রভাব ফেলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন মিডিয়া ব্যবহারের একটি অভ্যাস তুলে ধরেছেন।
37এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন: একটি সরকারী প্রতিষ্ঠানের জন্য বিতর্কিত মার্কেটিং পদ্ধতি ব্যবহার করা কি ঠিক কাজ?