# | ben | zhs |
---|
1 | চীনঃ যৌন নির্যাতনের প্রতিবাদে ২,০০০ কিলোমিটারের পদযাত্রা | 中国女权主义者徒步两千公里抗议性侵害 |
2 | চীনে একা পায়ে হেঁটে ভ্রমণ করা এখনো একটি নুতন ধারণা। | [原文发表于2014年1月11日] |
3 | নারীদের কেউ কেউ এই রোমাঞ্চকর ধ্যানধারণা পছন্দ করলেও পথে ঘাটে তারা এখনও যৌন হয়রানি নিয়ে বেশ চিন্তিত। | 在中国,徒步旅行仍然是一个非常新的概念。 |
4 | এ কারণে চীনা নারীবাদী সক্রিয় কর্মী জিয়াও মেইলি তাঁর নুতন প্রকল্প শুরু করেছেনঃ সুন্দর নারীবাদী পদযাত্রা কর্মসূচী- যেটি নারী স্বাধীনতার প্রচারণা চালাতে যৌন নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ। | 有些女性喜欢这个大胆的想法,但她们担忧在途中遭遇性骚扰。 |
5 | “ভ্যাজাইনা মনোলোগাসের” চীনা সংস্করণের প্রধান অভিনেত্রী জিয়াও বেইজিং থেকে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝো পর্যন্ত সারা রাস্তা হেঁটেছেন। | 因此,中国女权主义者萧美丽(肖美丽)开始了她的新计划:美丽的女权徒步,反对性侵害,女生要自由! |
6 | এটি ছিল প্রায় ২,০০০ কিলোমিটার দীর্ঘ একটি যাত্রা। | 萧美丽是戏剧《阴道独白》中国版本的女主角。 |
7 | যৌন হয়রানি এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই কর্মসূচী পালন করেছেন। | 她从北京启程,目的地是两千公里外的南方城市广州。 |
8 | তিনি ইতোমধ্যে চার মাস রাস্তায় কাটিয়েছেন। | 她希望借这次徒步旅行来抗议性骚扰和儿童虐待。 |
9 | এ সময়ে তিনি সারা রাস্তা জুড়ে স্বাক্ষর সংগ্রহ করেছেন, মঞ্চে অভিনয় করেছেন এবং স্থানীয় সরকারের কাছে তথ্য সমৃদ্ধ বিবৃতি প্রদান করেছেন। | 目前,她已经徒步旅行了四个月,沿途收集签名,进行表演,向当地政府投递资料。 |
10 | তিনি তাঁর ব্লগে ছবি, লেখা এবং অংকনের মাধ্যমে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। | 在她的部落格上,她用照片、文字和绘画与大家分享整个过程。 |
11 | বহুদর্শী নারীবাদী সক্রিয় কর্মী জিয়াও মেইলি (ইউকিউ থেকে পাওয়া স্ক্রিনশট) | 1989年出生于中国四川省的萧美丽,为了争取两性平等自由,已经参与了许多的女权计划。 |
12 | জিয়াও চীনের সিচুয়ান প্রদেশে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। লিঙ্গ সমতা এবং স্বাধীনতার পক্ষে প্রচারণা চালাতে তিনি বেশ কিছু নারীবাদী প্রকল্প সম্পাদন করেছেন। | 在2012年的情人节,萧美丽连同另外两位女性,穿着「带血」的婚纱,反对家庭暴力。 |
13 | তিনি ছিলেন তিন জন নারীর একজন, যারা ২০১২ সালের ভালোবাসা দিবসে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রক্তে রঞ্জিত বিয়ের গাউন পরিধান করেছিলেন। | 她也占领过男厕所,呼吁政府增加女性厕所(根据时代周刊报导,男性如厕的平均时间为30秒,女性则为90秒)。 |
14 | চীনের শৌচাগার অসমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি একবার পুরুষদের একটি শৌচাগার দখল করে নিয়েছিলেন। | 2013年八月,她剃光头抗议大学招生歧视女性学生。 |
15 | সরকারের কাছে নারীদের (টাইম ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী, পুরুষেরা বাথরুম ব্যবহার করতে গড়ে যেখানে ৩০ সেকেন্ড সময় নেয়, সেখানে নারীরা বাথরুম ব্যবহার করতে গড়ে ৯০ সেকেন্ড সময় নেয়) জন্য আরো বেশি পরিমান গণশৌচাগারের দাবি জানিয়েছেন। | 萧美丽目前靠着教绘画、在淘宝商店上出售复古玩意儿为生。 她在自己的淘宝网页上,呼吁捐款支持她的徒步旅行。 |
16 | বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি ২০১৩ সালের আগস্ট মাসে তাঁর মাথা ন্যাড়া করে ফেলেন। | 在徒步的过程中,她希望有当地的女性陪走一程,或是提供沙发借宿。 |
17 | জিয়াও সাম্প্রতিক সময়ে ছবি আঁকা শিখিয়ে এবং অনলাইন দোকান তাওবাওয়ের মাধ্যমে বিভিন্ন দুষ্প্রাপ্য পুরনো জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। | 想多了解萧美丽的实际行动,可观看以下视频(/影片): |
18 | তাঁর এই পথচলাকে সমর্থন জানাতে তাঁর তাওবাও পেজে তিনি অর্থ সাহায্য চেয়েছেন। | 女权运动者萧美丽。( |
19 | স্থানীয় শহরের নারীদেরও তাঁর সাথে হাঁটার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অথবা রাতে শোবার জন্য তাকে একটি গদি আঁটা লম্বা চেয়ার প্রদানের আহ্বান জানিয়েছেন। | 图片截自优酷网) |
20 | জিয়াওয়ের কর্মোদ্যোগ দেখতে নিচে প্রদত্ত ভিডিওটি মিলিয়ে দেখুনঃ | 译者:Chuqi Luo 校对者:Ameli |