# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ কি আফগানিস্তানে সৈন্য পাঠাবে? | 孟加拉是否应出兵阿富汗? |
2 | লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তি মিশনের সদস্য (ইউএনএমআইএল) বাংলাদেশের সেনারা। ফ্লিকারে রাখা জাতি সংঘের ছবি থেকে গৃহিত। | 联合国派驻赖比瑞亚部队的孟加拉成员,照片来自Flickr用户United Nations Photo,依据创用CC BY-NC-ND授权使用 |
3 | সিসিবাই-এনসি-এনডি ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে জাতি সংঘের বিভিন্ন শান্তি মিশনে অবদার রাখার ক্ষেত্রে বাংলাদেশের সেনারা সুনাম অর্জন করেছে। | 自1988年,孟加拉军队便并参与全球许多联合国维和任务,总共有10855人布署各地,在多项联合国维和部队成员比例中居冠。 |
4 | বিশ্বের বিভিন্ন শান্তি মিশনে ১০,৮৫৫ জন সেনা পাঠিয়ে বাংলাদেশ এ ক্ষেত্রে জাতি সংঘের শান্তি মিশনে অবদান রাখা সেনাদের মধ্যে সবার আগে অবস্থানে রয়েছে। | |
5 | তবে সম্প্রতি দেশটি এক সেনা পাঠানোর অন্য রকম এক অনুরোধ লাভ করে। বাংলাদেশ ফরেন পলিসি ব্লগের ফাহিম হায়দার এ ব্যাপারে সংবাদ প্রদান করছেন: | 但最近孟加拉接到一件特殊的派兵要求,Bangladesh Foreign Policy博客的Faheem Haider指出: |
6 | আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দিপু মনিকে আফগানিস্তানে বাংলাদেশের সেনা পাঠানোর জন্য অনুরোধ করেন। | |
7 | তিনি তালেবানদের হাত থেকে সে দেশকে রক্ষার জন্য সেনা পাঠানোর এই অনুরোধ জানান। এই অনুরোধ বাংলাদেশে এক মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। | 美国驻阿富汗及巴基斯坦特使霍布鲁克(Richard Holbrooke)联络孟加拉外交部长Dipu Moni,希望孟国政府派兵帮助阿富汗反抗塔利班部队。 |
8 | তবে তালেবানদের হুমকি এই বিষয়টিকে আরো জটিল করে তোলে। এএফপি, তালেবানদের বিবৃতিটি একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে প্রকাশ করেছে: | 孟加拉社会对此反应好坏不一,塔利班因素让情况更为复杂,法新社引述塔利班在一个网站中的声明: |
9 | “আমরা বিশ্বাস করি বাংলাদেশী নেতাদের যথেষ্ট পরিমাণ ইসলামিক জ্ঞান এবং রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে, যার মধ্যে দিয়ে তারা আফগানিস্তানে কয়েকশত সৈনিক পাঠিয়ে ইসলাম এবং আফগানিস্তানের জনগণের বিরুদ্ধে লড়াইয়ে তাদের জনগণকে সম্পৃক্ত করবে না”। | |
10 | বাংলাদেশের জনতা আফগানিস্তানে সেনা পাঠানোর বিপক্ষে যা বিভিন্ন সংবাদপত্রের উপসম্পাদকীয় ও কলাম লেখকের বক্তব্যে ফুটে উঠেছে। | |
11 | বাংলাদেশে বিবিসির প্রাক্তন সাংবাদিক আতাউস সামাদ মনে করেন [বাংলা ভাষায়] যে এটা গণরোষের এবং এ দেশে তালেবানদের মত এক অনাকাঙ্খিত শত্রুর সৃষ্টি করবে। | |
12 | প্রাক্তন সামরিক বাহিনী প্রধান জেনারেল এম. | “相信孟加拉领袖拥有足够的伊斯兰教知识与政治智慧,不会派出数百士兵前往阿富汗,让国民涉入对抗伊斯兰教及阿富汗人民的战争”。 |
13 | হারুন-আর রশিদ লিখেছেন [বাংলা ভাষায়] যে আফগানিস্তানে জাতি সংঘ শান্তি মিশনের কোন সেনা নেই, তার বদলে সেখানে ন্যাটোর সেনারা অভিযান পরিচালনা করছে। | |
14 | বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়। কাজেই ন্যাটোর সেনা সদস্যদের সাথে যোগদান করার কোন মানে নেই। | 多家报纸投书都呈现舆论反对此举的态度,英国广播公司前驻孟加拉记者Ataus Samad认为,出兵可能会引发众怒,并引来塔利班等敌人伤害孟加拉;陆军前总司令M. |
15 | বাংলাদেশের নেট নাগরিকরাও এই বিষয় নিয়ে আলোচনা করছে। কাজি মামুন মন্তব্য করেছেন বাংলাদেশকে অবশ্যই আফগান সরকার কি চায় তা বিবেচনা করতে হবে। | Harun-or-Rashid将军指出,联合国在阿富汗并无维和部队,而是北大西洋公约组织的部队,孟加拉既非北约成员,自无参与北约部队的理由。 |
16 | তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ কি এই প্রস্তাব ফিরিয়ে দেবে এবং উগ্রবাদীদের পক্ষে অবস্থান গ্রহণ করার অভিযোগ গ্রহণ করবে নাকি এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং আফগান সরকারের সমর্থনে স্বল্প সংখ্যক সেনা পাঠাবে। | |
17 | সামহোয়ারইন ব্লগের ধীবর উল্লেখ করেছেন যে ইউরোপের অনেক দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে। তিনি বিস্মিত যে কেন যুক্তরাষ্ট্র ভারত বা পাকিস্তানকে সেখানে আরো সেনা পাঠানোর জন্য অনুরোধ করছে না। | 孟加拉網絡民众亦在讨论此事,Kazi Mamun认为,孟加拉应考量阿富汗政府的意愿,他思考孟加拉是否应拒绝这项要求,结果遭抨击与激进份子为伍,或是派出少数部队支援战争、恐怖行为及阿富汗的目标。 |
18 | গৌরাঙ্গ কর্মকার নাগরিকব্লগ-এর মহাসচিবের একটি পোস্টে মন্তব্য করেছে। সে বলেছে :: | Dheebor在Somewhereinblog提到,许多欧洲国家都已开始自阿富汗撤兵,也质疑为何美国不要求印度或巴基斯坦派兵。 |
19 | বাংলাদেশের সৈন্যদের যেহেতু কোনো কাজ নেই,তাই তারা সেখানে যেতে পারে। কিছু টাকা পয়সা আসলো। | Gaurango Karmakar在Nagorikblog的一篇文章留言写道: |
20 | সৈন্য সামন্ত আফগান থেকে উঠিয়ে নেয়া হবে একটি মস্তবড় ভুল সিদ্ধান্ত। অন্ধ ধর্মীয় গুরুরা আবার মাথা চাড়া দিবে। | 由于孟加拉军队不会大规模参与战事,我不反对出兵,至少能膁些收入,撤兵将成为重大错误,强硬派宗教领袖将再次崛起,我们不能放任这种事发生。 |
21 | সেই সুযোগ কাউকে আর দেয়া যায় না। লেলিন হায়দার তার পোস্টে মন্তব্য করেছে: | Lenin Haider的留言是: |
22 | বাংলাদেশের ক্ষেত্রে মানুষের চিন্তা চেতনাকে ভাবতে হবে। আমার ধারনা আওয়ামী লীগ কোনোভাবেই সৈন্য পাঠাবে না আগামী ভোটের কথা চিন্তা করে। | 我们应评估孟加拉民众的感受,为了下次选举,我想孟加拉政府永远不会派兵,因为这将成为右派伊斯兰主义政党的宣传工具,他们会将出兵阿富汗、反伊斯兰教、宪法第五条(政教分离精神)相互连结。 |
23 | কারন তখন জামাত আর তালেবান সমর্থকরা ৫ম সংশোধনী ও আফগানে সৈন্য পাঠানোকে এক করে প্রপাগান্ডা ছড়াবে যে আওয়ামীলীগ যে ইসলামের বিরুদ্ধে তার প্রমাণ হিসেবে। | 如此看来,孟加拉政府要依据美国要求出兵,恐怕相当困难,但从孟加拉打击激进份子的行动看来,孟国至少在意识型态上支持反恐战。 |
24 | কাজেই মনে হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারে আফগানিস্তানে সেনা পাঠানোর অনুরোধ মানা খুবই কঠিন। | 校对:Soup |
25 | কিন্তু আদর্শিক ভাবে বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে যা কিনা দেশটির উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার মধ্যে দিয়ে প্রমাণ হয়। | |