# | ben | zhs |
---|
1 | রুশ ইন্টারনেট ব্যবহারকারীদের ডিজিটাল পকেটের পিছনে লেগেছেন পুতিন | 俄罗斯网民注意 普丁正紧盯你的电子货币包 |
2 | একটি ইয়ান্ডেক্স ডট মানি ক্রেডিট কার্ড। ইউটিউব স্ক্রিনশট। | Yandex. |
3 | রুনেটের উপর খাড়াভাবে সেন্সরশিপ বাড়ানো এবং বিরোধীদলীয় ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি রাশিয়া এখন অনলাইনে মূল্য পরিশোধের উপর কঠোর নিয়ম আরোপ করেছে। | Money的信用卡,取自YouTube网页截图。 |
4 | এ বছর গ্রীষ্মের পর নতুন আইনটি কার্যকর হওয়ার কারণে বিভিন্ন সংস্থাগুলোর মাঝে অনলাইনে বেনামে অর্থ হস্তান্তর করার প্রবণতা কমে গেছে। | 除了持续加紧对俄国回声网站的审查并攻击由反对派势力所架设的网站,俄罗斯当局现在打算对在线付款方式施以严格的控管。 |
5 | আর এ আইনের অধীনে বেনামে ব্যক্তিগত অর্থ অনলাইনে হস্তান্তর করা পুরোদস্তুর নিষিদ্ধ করা হয়েছে। আপাতদৃষ্টিতে এটি সন্ত্রাসের [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন] বিরুদ্ধে যুদ্ধে নামার লক্ষ্য নিয়ে পাস করা কয়েকটি আইনের সমন্বয়ে গঠিত প্যাকেজের একটি অংশ। | 这条新法令将于今年夏天生效,限制以匿名在线交易的方式捐款给组织团体,以及完全禁止个人对个人的匿名在线交易。 |
6 | তবে বিরোধী দলীয় নেতা এলেক্সি নাভালনির ২০১৩ সালের মেয়র প্রার্থী হিসেবে চালানো প্রচারণা প্রচন্ডভাবে সফল হওয়ার পেছনে অনলাইনে দাতাদের দেওয়া বিপুল পরিমাণ অর্থ দিয়ে গঠিত তহবিল এই সফলতার জন্য কতোটা গুরুত্বপূর্ন ছিল তা কেউ স্মরণ না করে পারবেন না। এ তহবিলে অর্থ দাতাদের মাঝে অনেক বেনামি দাতা ছিলেন। | 表面上看起来这只是俄罗斯为了打击恐怖主义所推行的法律之一,但还是很难不让人想起,去年俄罗斯反对势力领袖涅瓦尼参加莫斯科市长选举时,正是透过在线捐款募得大部分的资金,才让选战获得巨大的胜利。 |
7 | সে সময়ে নাভালনির প্রচারনাটির যথেষ্ট সমালোচনা [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন] করা হয়েছিল। কারন সেখানে স্বচ্ছতার বেশ অভাব ছিল। | 涅瓦尼的竞选活动曾遭到欠缺透明性的批评,但迄至目前,有关当局并未对此采取任何行动。 |
8 | এত সমালোচনা সত্ত্বেও এ বিষয়ে তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। | 身为俄罗斯最受欢迎的在线付费系统并和俄罗斯最大搜索引擎结盟的Yandex. |
9 | রাশিয়ার তদন্ত কমিটি গত ২৩ মে রোজ শুক্রবার ইয়ানডেক্স ডট মানি নামক জনপ্রিয় একটি অনলাইন অর্থ পরিশোধ ব্যবস্থার অফিসে অভিযান চালায়। এটি রাশিয়ার বৃহত্তম সার্চ ইঞ্জিনের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। | Money,上个月23日,俄罗斯调查委员会进入其办公室展开调查,明显是为了2013年莫斯科市长选举所传出的舞弊指控而来。 |
10 | স্পষ্ট ভাবে বোঝা যায় যে, ২০১৩ সালে গ্রীষ্মের মস্কো মেয়র নির্বাচন প্রচারাভিযানের বিরুদ্ধে প্রচারাভিযান প্রতারণার অভিযোগ আনার কারণে প্রতিষ্ঠানটিতে অনুসন্ধান চালান হয়েছে। অভিযান চালানোর মূল কারন হচ্ছে, নাভালনির কয়েকজন সমর্থক ব্যক্তিগত উদ্যোগে বিপুল পরিমাণ অর্থ তাঁর প্রচারাভিযান তহবিলে দান করেছিলেন। | 这是由于当时确实有很多涅瓦尼的支持者以个人身分捐出了大笔金额支持竞选活动,此外,他们还要求在捐款活动进行期间,他们的Yandex. |
11 | এরপর তারা তাদের ইয়ানডেক্স ডট মানি পকেটটি অর্থ সাহায্য আদায়ের মাধ্যমে আবার পূর্ণ করে নিয়েছিলেন। | Money 在线钱包必须一直保持金额存满的状态。 |
12 | তারা চিন্তা চালিয়ে গেছেন যে এ উপায়ে আইনও মেনে চলা হবে অন্যদিকে নাভালনির প্রচারাভিযানটিকে বিদেশি অর্থ সাহায্য এবং এ ধরনের অর্থ প্রাপ্তি প্রসঙ্গে একেবারেই উদ্বিগ্ন হতে হবে না। | 以此方式进行思考,涅瓦尼进行竞选活动期间将无须担心可能有来自国外的政治献金,因此也不会有违反法律的疑虑。 |
13 | তদন্ত কমিটির অনুসন্ধান সম্পর্কে এক প্রতিক্রিয়ায় নাভালনি তাঁর ব্লগে (যেটি রাশিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রসকমনাদজরের আদেশে বন্ধ করে দেয়া হয়েছে) দাবি করেছেন, তাঁর প্রচারাভিযানে অর্থ সাহায্য প্রদানের প্রক্রিয়াটি বেশ স্বচ্ছ ছিল। | |
14 | ১ মিলিয়ন রুবলের (অর্থ সাহায্য প্রদানের বৈধ সীমা) অতিরিক্ত পরিমাণ অর্থ গ্রহণ পরিকল্পনায় জড়িতদের দ্বারা গঠিত সবগুলো তহবিল নাভালনির রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হয়েছে। তহবিলগুলো পরে তাদের বিভিন্ন প্রচারাভিযানের জন্য ব্যবহৃত হয়েছে। | 对于俄罗斯调查委员会的调查行动,涅瓦尼在部落格上发表响应,声称捐款流程一切透明,所有从网络上募集、超过一百万卢布的的资金(符合捐献金额限制)全都流入了涅瓦尼的政党,供竞选活动使用。 |
15 | নাভালনি আরও লিখেছেন, এই নতুন অপরাধ অনুসন্ধান একটি সার্বিক প্রচারাভিযানের একটি অংশ। রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচন প্রচারাভিযানের জন্য জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা কমিয়ে দিতে অনুসন্ধানটি চালানো হয়েছে। | 涅瓦尼也指控相关当局所发动的调查,是为了限制群众捐款资助政治和选举活动之全面打击行动的一部份,因为不透过任何政治操作、即可向数以千计的支持者募得一百万元卢布的能力,已使克里姆林宫备感惊吓。 |
16 | হাজার হাজার সমর্থকের কাছ থেকে লক্ষ লক্ষ রুবল অর্থসাহায্য সংগ্রহের সক্ষমতা দেখে ক্রেমলিন আতঙ্কিত হয়ে পরেছে। | 校对:Fen |
17 | তাঁর পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার কারণে বিরোধীদলীয় নির্বাচন প্রচারাভিযান প্রচন্ডভাবে সফল হওয়ায় ক্রেমলিন শঙ্কিত হয়ে পড়েছে। | |