# | ben | zhs |
---|
1 | মিশর: পবিত্র রমজান মাসকে স্বাগতম | 埃及:迎接神圣的斋月 |
2 | সোমবার থেকে আরম্ভ হওয়া মুসলিমদের পবিত্র রমজান মাসের আলাদা মর্যাদা আছে মিশরে, যেখানে এ উপলক্ষে রাস্তাঘাট সাজানো হয়। | 穆斯林神圣的斋月从九月初开始,街道的装饰给埃及添加了独特的味道。 |
3 | একজন ব্লগার আমাদেরকে সেখানকার বাস্তবিক অভিজ্ঞতা বর্ণনা করে উৎসবটি কেমন হয় তা তুলে ধরেছে। | 一位博客为我们叙述这个庆典最有趣的活动。 |
4 | মিশরী ব্লগার সাসা তার ব্লগ স্টোরীজ ফ্রম দা পাস্ট এ মাস্রাউই নামের একটি মিশরী ওয়েবসাইটে প্রকাশিত একটা রিপোট থেকে উদ্ধৃতি দিয়েছেন যেখানে ইরানে সাম্প্রতিক একটি প্রকাশিত সংবাদে ব্যাখ্যা করা হয়েছে মিশর কিভাবে এই পবিত্র মাসকে আহ্বান করে: | 埃及的博客SaSa,在他的博客里引用了埃及网站Masrawy刊登过的一篇文章,Stories from the Past。 该文章谈到最近在伊朗的一个报导,其中介绍了埃及是如何准备迎接这个神圣的月份。 |
5 | কায়রো- ইরানি সংবাদ সংস্থার একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মিশরে রমজানের আলাদা মজা, বিশেষ করে বংশপরষ্পরায় পাওয়া ঐতিহ্য যা রক্ষা করা হয়েছে আর মেনে চলা হয়েছে মিশরী পরিবার দ্বারা শত শত বছর ধরে। এদের মধ্যে কিছু ঐতিহ্য ফাতিমিদদের সময়কার। | 开罗-伊朗通讯社的一篇文章提到,埃及的斋月有种不同的味道,尤其是因为他们所继承的传统已经让埃及家庭保存了数百年,有些可以追溯至法蒂玛王朝(Fatimids)。 |
6 | মিশরের মনে হয় একটা রাস্তা পাওয়া যাবে না যা সাজানো হয়নি পবিত্র মাসকে স্বাগত জানিয়ে। | 为了迎接神圣的月份,你几乎找不到没有被装饰过的道路。 |
7 | আর মাসের শুরুর দিকে মিশরের রাস্তার চেহারা হয় অন্যরকম, যেখানে বাচ্চারা প্রতিযোগীতায় নামে এলাকার সব থেকে সুন্দর রাস্তা সাজানোর জন্য, বিভিন্ন সজ্জা আর রঙ্গীন পতাকা দিয়ে। | 此月份只要一开始,埃及的道路就会因为孩子们的美化街道比赛、还有装饰品和悬挂的彩色旗帜而产生一百八十度的转变。 |
8 | সে আরো বলেছে: | 他接着又说: |
9 | প্রায় সব দোকানেই পাওয়া যাবে ফাওয়ানিস [ফানুসের বহুবচন- ঐতিহ্যবাহী লন্ঠন] এবং অবশ্যই রমজানের খাদ্য (ইফতার) যাকে রমজানের ব্যাগ বলা হয়। | 你也很难遇到街上的商店不卖Fawanees(传统灯笼)或斋月食品,现在普遍称为斋月袋。 |
10 | এমন ব্যাগে গরীব বা স্বল্প আয়ের লোকদের মাঝে বড়লোকদের বিতরন করার জন্য প্রয়োজনীয় খাদ্য থাকে। ‘দয়ার টেবিলে' পাশাপাশি থাকার [গরীবদের জন্য খাবারের ব্যবস্থা] এই রীতিটি প্রতি বছর আরও বেশী লোকে আপন করে নিচ্ছে যেখানে মিশরীয়দের মধ্যে ঐক্য প্রতিফলিত হয়, গরীবদের কষ্টকর দীনতা সত্তেও তাদের দুরে ঠেলা হয় না। | 这些袋子里面有富人捐赠给低收入户的食品,这个趋势每年都有增加,和Tables of Mercy(给穷人的餐宴)一起反映了埃及人的团结,尽管穷人阶级经济条件较困难。 |
11 | গিজা থেকে শুরু করে আমি বেশ কিছু মিশরী রাস্তা দিয়ে গেলাম এইসব ব্যাপার দেখার জন্য যার সবগুলোতেই ফাওয়ানিসের দোকান ছড়িয়ে আছে আর বেশ বিক্রি হচ্ছে। | 通过参观埃及街道来观察这个现象,从吉萨(Giza)出发时,到处都有热卖Fawanees商店。 |
12 | মিশরীয় দম্পতিদের মধ্যের একটা নতুন প্রবণতার কথাও সে বলছে: | 他还提到埃及情侣间的一个新趋势: |
13 | এই বছরের নতুন রীতি হলো, ফাওয়ানিস শুধুমাত্র ছোট বাচ্চারাদের পছন্দ নয়, বড়রাও করছে, যেখানে বাগদত্তা দম্পতিরা একটা ফানুস [ফাওয়ানিসের একবচন] তাদের বাগদত্ত বা বাগদত্তাকে দিতে চায়, আনন্দের একটা বিয়ের দিকে ধাবিত হবার চিহ্ন হিসাবে। | 今年的新趋势使Fawanees不再只受孩子们的欢迎,而且也扩展到成年人,已订婚的情侣们喜欢送Fanous(Fawanees的单数型)给另一半,作为迎接幸福婚姻的象征。 Photocredit:维基百科 |
14 | ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে। | 校对:Portnoy |