# | ben | zhs |
---|
1 | রাশিয়া: মহাকাশ ব্লগিং এর দুটি গল্প | 俄罗斯:两件太空博客案例 |
2 | মহাকাশ থেকে আর মহাকাশ সম্পর্কে ব্লগিং জনপ্রিয়তা আর পরিচিতি পাচ্ছে মহাকাশ অভিযাত্রী আর নিয়মিত ব্লগারদের মধ্যে। রাশিয়া এর ব্যতিক্রম না। | 在专业太空人与一般博客之间,有关太空或来自太空的博客愈来愈受到欢迎,在俄罗斯亦不例外,美国航太总署的太空人近来时兴太空Twitter短讯,其他太空探险者则仍钟情于博客文章,虽然内容未必出类拔萃,但仍然相当有意思。 |
3 | যদিও নাসার মহাকাশচারীদের সাম্প্রতিক ফ্যাশন হচ্ছে মহাকাশ থেকে মাউক্রো ব্লগ বা টুইটার বার্তা পাঠানো, এখনও অধিক সংখ্যক মহাকাশ অভিযাত্রীরা পূর্ণ ব্লগ বার্তা পাঠানোতে মনোযোগী। আর কেউ এইসব ব্লগকে খুব ভালো বলতে না চাইলেও এগুলো আসলেই কম উত্তেজনাকর নয়। | Maxim Suraev是第一位经营博客的俄国太空人,第一篇文章于10月14日刊载于「俄国太空总署」网站,他的网络日志英译版「The Orbital Log」后来出现在Russia Today网站上,迅速吸引许多各国读者;《The Wired》杂志称之为「史上最佳太空人博客」,并注意到文章涵盖多种主题,远超过美国航太总署新闻稿或Twiter讯息。 |
4 | প্রথম রাশিয়ান মহাকাশচারী যিনি ব্লগ শুরু করেন তিনি হলেন ম্যাক্সিম সুরেভ। | |
5 | ১৪ই অক্টোবর তার প্রথম পোস্ট প্রকাশিত হয় রাশিয়ার মহাকাশ এজেন্সি (রসকসমোস) এর ওয়েবসাইটে (রুশ ভাষায়)। | |
6 | ম্যাক্সিমের অনলাইন ডায়েরির ইংরেজী ভাষান্তর “দ্যা অর্বিটাল লগ” পরে রাশিয়া টুডে সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত হয় (ইংরেজী ভাষায়) আর খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক পাঠকদের কাছে তা জনপ্রিয়তা পায়। | |
7 | সুরেভের ব্লগকে দ্যা ওয়াইয়ার্ড ম্যাগাজিন “সর্বসেরা মহাকাশচারী ব্লগ” হিসেবে অভিহিত করেছে আর লক্ষ্য করেছে যে এতে লেখা হয় নাসা প্রেস রিলিজ বা টুইটে প্রকাশিত বিষয়ের থেকে অনেক আলাদা আর বিচিত্র বিষয় নিয়ে। | |
8 | দ্যা ওয়াইয়ার্ড এর প্রতিবেদক অ্যালেক্সিস ম্যাড্রিগেল লিখেছেন: | 《The Wired》杂志记者Alexis Madrigal写道: |
9 | আমরা মহাকাশ যাত্রা সম্পর্কে ধারণা পাই আমেরিকার দৃষ্টি দিয়ে, তাই ওখানে কি হচ্ছে সে সম্পর্কে অন্য পরিপ্রেক্ষিতে জানতে পারলে দারুন হয়। | |
10 | আর সুরেভের সাইট আদতেই কারো ব্লগের মতো মনে হয়। | 我们透过美国人的角度瞭解太空探险,故很高兴能从另一种观点,瞭解太空究竟发生什么事,而Suraev的博客确实很突出。 |
11 | রাশিয়ার মহাকাশ এজেন্সি অনুসারে, সুরেভ তার ব্লগ পোস্ট নিয়মিতভাবে ইমেইল করে পাঠান ওয়েব সাইট এডমিনিস্ট্রেটরের কাছে আর তারা সাধারণ মানুষের জন্য সেটা প্রকাশ করেন। | |
12 | তারপরে এই ব্লগ ইংরেজীতে ভাষান্তর করা হয়। | |
13 | যদিও সুরেভের পোস্ট বিশদ না আর তথ্যগত ভাবে নিখুঁত না কিন্তু এগুলো ছবি আর মজার বিবরণে ভরা থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুরেভ | 俄罗斯太空总署表示,Suraev定期以电子邮件方式,将博客文章寄给网站管理员代刊,之后再将博客内容译为英文,虽然他的文章对细节描述不够详尽,技术上也不算完美,但其中充满照片及有趣观察内容。 |
14 | পোস্টগুলো মূলত মহাকাশের রুটিন ব্যাখ্যা করে: মানুষ কিভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকে, কাপড় পরে, রাঁধে, খেলা করে, ময়লা নিয়ে কি করে, স্টেশনে আসা নতুন মহাকাশচারীদের সাথে সাক্ষাৎ করে ইত্যাদি। | |
15 | আসলে কথার থেকে বেশী ছবি থাকে। এই ব্লগে মজা আর মাঝে মাঝে প্রতিবাদী কাজে ভরা থাকে। | 在国际太空站的Maxim Suraev |
16 | সুরেভ তার একটা ব্লগ পোস্টে মনে করেছেন কিভাবে তিনি গমের বিজ স্পেস স্টেশনে ‘চুরি' করে এনেছিলেন আর পরীক্ষা হিসেবে সেগুলো রোপণ করেছিলেন। যখন ভূমিতে থাকা বিজ্ঞানীরা ঘাসকে নষ্ট করতে আদেশ দেন তিনি মানা করেছিলেন। | 他的文章多半叙述太空生活的常态,例如人们在国际太空站怎么生活、穿衣、煮食、运动、处理垃圾、迎接前来太空站的新太空人等,通常是图多于文,整个博客充满幽默,有时还出现反叛行为,例如曾「偷渡」小麦种子到国际太空站实验栽种,后来地球的科学家要求他把麦苗处理掉,但他拒绝: |
17 | আমার ব্লগের নিয়মিত পাঠকদের নিশ্চয় মনে আছে আমি কিভাবে গম এখানে ‘চুরি' করে এনেছিলাম (দেখুন পৃষ্ঠা ১৫, ১৬, ২৭, সম্পাদক)। এর পরে পৃথিবীর বিজ্ঞানীরা আমাকে বলেন এগুলো তুলে ফেলতে। | 忠实读者一定还记得,我如何将小麦「偷渡」到这里,后来地球上的科学家要求我将幼苗拔掉,但抱歉了,各位科学家,我就是办不到,生长情况实在太棒了,各位请看,长这么大了! |
18 | আমি খুবই দু:খিত আমার সহ বিজ্ঞানীরা, কিন্তু আমি এটা করতে পারি নি। | |
19 | এটা খুব ভালোভাবে বাড়ছে। | 我只希望它们比罗蔓沙拉更美味! |
20 | নিজেরা দেখেন: বৃহৎ শীষ! আমি আশা করি রোমান সালাডের থেকে এগুলোর স্বাদ ভালো হবে! | Suraev拍摄的照片有些很好笑、有些很值得一见、有些在其他地方绝对办不到,各位可曾见过像这样的月亮吗? |
21 | সুরেভের কিছু ছবি খুব মজার, কিছু আকর্ষণীয়, কিছু অন্য কোথাও থেকে তোলা অসম্ভব। আপনারা কি এমন চাঁদ কোথাও দেখেছেন? | 特别之处在于,Suraev初次前往太空,其实是和太空游客、博客兼太阳马戏团创办人Guy Laliberte同行,也许正是后者建议这位太空人建立博客。 |
22 | মজার ব্যাপার হলো, ম্যাক্সিমের প্রথম মহাকাশ যাত্রা ছিল গাই লালিবার্তের সাথে- যিনি একজন মহাকাশ পর্যটক, ব্লগার আর সির্কে দু সোলেল এর প্রতিষ্ঠাতা। কে জানে, হয়তো গাই ম্যাক্সিমকে ব্লগ শুরু করার পরামর্শ দেন। | Guy Laliberte的博客共有201篇文章,记录每天训练及飞行过程,共有俄文、英文与法文三个版本(全球之声先前报导请见此),因为多数文章都是他个人的第一手观察,故内容少了点博客最迷人的缺陷感,不过他有些记录仍令人惊叹: |
23 | প্রশিক্ষণের আর ফ্লাইটের প্রত্যেকটি দিন নিয়ে গাই এর ব্লগে ২০১টি লেখা আছে যা রুশ, ইংরেজী আর ফরাসী ভাষায় অনুবাদ হয়েছে (দেখুন তার মহাকাশ যাত্রা নিয়ে গ্লোবাল ভয়েসেস এর কাভারেজ)। | |
24 | যেহেতু ব্লগের বেশীরভাগ বিষয় গাই এর মূল ভাষ্য, আমরা ব্লগের ব্যাপারে যে একটু নিখুঁত না হওয়া পছন্দ করি তা এতে নেই। | |
25 | তারপরেও, গাই এর কিছু স্বীকারোক্তি শ্বাসরুদ্ধকর: | 若要与各位描述太空船升空的感受,我觉得情绪与精神冲击其实远大于生理。 |
26 | আমাকে যদি বর্ণনা দিতে হয় মহাকাশযান যখন পৃথিবী ছেড়ে যাচ্ছিল তখনকার অনুভূতি, আমি বলব সেই অনুভূতি অনেক বেশী মানসিক আর আত্মীক, শারীরিকের চেয়ে। | |
27 | শেষবার পৃথক হওয়ার পর্যায়ে, আমরা পরিষ্কার ভাবে বিচ্ছিন্ন হওয়ার আওয়াজ শুনলাম আর। | 在最终分离步骤时,我们听见有东西脱落的声音,之后颇令人意外的是,我们的填充玩偶竟然飞了起来! |
28 | আর বেশ অপ্রত্যাশিতভাবে, আমাদের ছোট্ট খেলার পুতুলটা উড়তে শুরু করল! | 突然四肢感觉好轻,进入无重力状态! |
29 | আমাদের হাত পা হঠাৎ করে হালকা বোধ হতে লাগল- আমরা ওজন বিহীন হয়ে গেলাম! | 我们看着彼此,高兴地击掌! |
30 | আমরা একে অপরের দিকে তাকিয়ে হাতে হাত মেলালাম। | 我很快往窗外瞧,看到一颗美丽的圆球,真是个壮观的景象! |
31 | আমি দ্রুত জানালার বাইরে তাকিয়ে দেখলাম আর একটা বৃহৎ আর খুব গোল বল দেখলাম: বাহ, কি দারুন একটা দৃশ্য! | |
32 | আকাশই আমাদের সীমা না। | 天空已不再局限视野。 |
33 | কয়েক মিনিট পরে, আমি পৃথিবী আর প্রায় পূর্ণ একটা চাঁদ দেখলাম, আর আমরা আমাদের ঘূর্ণন শুরু করলাম। আমরা আমাদের আসনে আরো কয়েক ঘণ্টা থাকলাম তারপরে আমাদের কেবিনে গেলাম অন্য দিকে। | 几分钟之后,我看到地球和几乎完整的满月,便开始航程了,我们在座椅上待了几个小时,然后移动至座舱的另一边,脱掉太空服之后,发生第一次适应不良的情况,也是至今最痛苦的感觉,令我将胃里的东西都呕了出来;不过几秒钟之后,感觉便不一样了,后来一切都很顺利。 |
34 | আমরা আমাদের ফ্লাইট স্যুট খুললাম, আর সেই মুহূর্তে, আমি আমার খাপ খাওয়ানোর প্রথম স্তর পার করলাম- তখন পর্যন্ত ছিল তা আমার জন্য সব থেকে কঠিন- আর আমি যা খেয়েছি তা বমি হয়ে গেল। | |
35 | এটা কয়েক সেকেন্ড স্থায়ী হল আর তার পরে আমার অন্যরকম লাগল, আর তার পর থেকে সব কিছু ভালো ছিল। | |
36 | রাশিয়ার অনলাইন কমিউনিটিতে গাই এর মহাকাশে ভ্রমণ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ এই যাত্রা রাশিয়ার মহাকাশ এজেন্সি আয়োজন করেছিল। | |
37 | বিশ্বের ইতিহাসে গাই সপ্তম মহাকাশ পর্যটক হয়েছেন। এর আগে মহাকাশে গিয়েছিলেন (মার্চ ২৬, ২০০৯) ষষ্ঠ মহাকাশ পর্যটক চার্লস সিমোনি, যিনি মাইক্রোসফ্ট গ্রুপের প্রধান। | Guy Laliberte的太空旅行在俄国网络圈是件大事,因为此事是由俄罗斯太空总署负责,他也成为史上第七位太空旅客,前一位旅客则是微软软体集团主席Charles Simonyi,在2009年3月26日升空,LiveJournal用户chat-de-mer则用相片记录过程。 |
38 | তার যাত্রা ছবির মাধ্যমে প্রকাশ করেছিলেন লাইভ জার্নাল প্লাটফর্মের ব্যবহারকারী চ্যাট-দে-মের। | |
39 | গাই লালিবার্তে আর ম্যাক্সিম সুরেভ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অন্যান্য সদস্য। ছবি দ্যা লাস্ট ড্রপের সৌজন্যে। | Guy Laliberte、Maxim Suraev及其他国际太空站成员,照片来自Last Drop网站 |
40 | আরো মহাকাশ ব্লগের তালিকা: | |
41 | আনুশেহ আনসারি লিরয় চিয়াও | 其他太空博客包括: |
42 | নিকোল স্কট নাসা ব্লগারদের তালিকা | 校对:Soup |