# | ben | zhs |
---|
1 | মালয়েশিয়া: নতুন অর্থনৈতিক মডেল | 马来西亚:「新经济模型」宣布 |
2 | কয়েক মাস ধরে উচ্চাভিলাষী নতুন জাতীয় অর্থনৈতিক মডেল (নেম) সম্পর্কে আশা তৈরি করে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব অবশেষ পরিকল্পনার প্রথম ভাগ উন্মোচন করেছেন যা দেশটির ভবিষ্যৎের অর্থনীতির দিক নির্দেশ করে। | |
3 | ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নাজিবের আনা বেশ কিছু বাছাই করা সংস্কার পদক্ষেপের পরে এটি বিশাল একটি অগ্রযাত্রা। | |
4 | দেশটিতে ক্রমাগত অর্থনৈতিক সংস্কার আনার প্রয়াসে মনে হয়েছে যে তিনি শক্তিশালী একটা বার্তা পৌঁছাচ্ছেন। | |
5 | তার লক্ষ্য হচ্ছে জাতিগত মালয় সংখ্যাগরিষ্ঠদের জন্য সঠিক পদক্ষেপ গুলো গ্রহণ করা যাতে দেশ আরও বেশী প্রতিযোগিতামুখী হয়। এই প্রচেষ্টা অনেক প্রশংসিত হয়েছে বিশেষ করে নীতি নির্ধারকদের ভাষায় মূলধারার মিডিয়াতে, কিন্তু নাগরিক মিডিয়া সমালোচনায় মুখর। | 马来西亚总理纳吉(Najib Tun Razak)经过数月,终于在大众期待之下,说明第一部分的「新经济模型」(NEM),解释国家未来经济走向,这是纳吉自2009年就任总理,实行一连串自由化政策后,另一项重大发展,一般认为他将逐渐走向经济开放,并大幅调整马来裔人士平权措施内容,让国家更具竞争力。 |
6 | ইতোমধ্যে নাজিব স্বীকার করেছেন যে বাস্তবায়নের পরিকল্পনা আর সময় নিয়ে স্বচ্ছতার প্রযোজনীয়তা আছে যা এই বছরে পরে ঘোষণা করা হবে। | |
7 | তাহলে প্রশ্ন থাকছে দুটো মূল বিষয়ে কেন্দ্র করে: সরকার কি শেষ পর্যন্ত যথেষ্ট রাজনৈতিক ইচ্ছা একাট্টা করতে পেরেছেন পরিবর্তনের জন্য? | |
8 | যথেষ্ট পরিবর্তনের উপকরণ কি আছে প্রধানমন্ত্রীর উচ্চাভিলাষী পদক্ষেপ বাস্তবায়নের জন্য? | 政府官员在主流媒体上大幅赞扬这项政策,不过公民媒体显然有所质疑,纳吉则承认政策时间表与实行计划应该更透明,并且承诺将在今年后半宣布。 |
9 | দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি সব সময়ে বৃহৎ রাষ্ট্রীয় কর্পোরেশন দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হয়। | 外界的疑问主要着重在两个层面:政府是否真已累积足够政治意志去改变? |
10 | নাজিব সরাসরি চ্যালেঞ্জ করেছেন ব্যক্তি সেক্টর চালিত অর্থনীতির ডাক দিয়ে আর রাজনৈতিক আশীর্বাদ কমিয়ে দিয়ে। | |
11 | কতজন এই ধারণাকে আলিঙ্গন করবেন? | 除了总理一人,是否有足够人士加入这项计划? |
12 | দিন মেরিকান জানিয়েছে যে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আর এসএমইর অংশগ্রহণ দরকার এই জাতিকে উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করার জন্য। | |
13 | এইসব মানুষকে অংশগ্রহণ থেকে বাদ দেয়া হয়েছে কারণ তাদের কেবল প্রযুক্তিগত কৌশল আছে কিন্তু পিছনে দাঁড়াবার কেউ নেই আর ক্ষমতাশালী সিদ্ধান্তগ্রহণ কারীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক নেই। | |
14 | বিতর্কিত লেখক, রাজা পেত্রা কামারুদিন শেক্সপিয়ারের রুপক ব্যবহার করে রঙ্গীন সমালোচনা দিয়েছেন। | 东南亚经济长期以大型国营事业为主,而今纳吉公开呼吁建立由私营企业主导的经济,并减少政治酬庸,多少人会支持这种想法? |
15 | তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে নীতির পরিবর্তন সাথে সাথে মূল পরিকল্পনা বাস্তবায়নকারীদের হ্রদয়ের পরিবর্তন হবে কি না: | |
16 | নতুন অর্থনীতি নীতি (নেপ) জাতীয় অর্থনৈতিক নীতিতে পরিণত হয়েছিল আর এখন তা দাঁড়িয়েছে জাতীয় অর্থনৈতিক মডেলে। | 一如Din Merican指出,马来西亚需要中小企业及企业家的力量,才能让国家成为高所得已开发经济体。 |
17 | এটা অবশ্যই পোশাকী পরিবর্তন। কিন্তু পোশাক পরিধান কারীরাও কি একই রয়েছে? | 有些人无法参与经济,纯粹是因为只具技术,但欠缺与重要决策者的密切关系。 |
18 | যদি তাহলে হয় তাহলে পুরানো খোলসে নতুন জিনিষ হবে। ভালো সাড়া হলো, নেপ সব সময়ে বির্তকের কেন্দ্রে ছিল। | 下笔总是备受争议的作家Raja Petra Kamarudin使用莎士比亚暗喻法,质疑政策转变是否能立即改变重要政府官员的心态: |
19 | নাজিব কথা দিয়েছেন এটাকে জাতি ভিত্তিক হিসেবে না বরং প্রয়োজন ভিত্তিক হিসাবে তুলে ধরার ব্যাপারে। কিন্তু এখনো কেউ কেউ সন্দেহ পোষণ করছেন। | 从「新经济政策」、「国家经济政策」到「新经济模型」,只是换了件外衣,但穿着这件外衣的人是否相同? |
20 | যেমন হাফিজ নুর শামস বলেছেন: ভাষণের কোথাও, বাজার-উপযোগী সঠিক কাজের কথা এসেছে। | 否则只是旧酒装新瓶。 |
21 | আমি এটা ঠিক বিশ্বাস করছি না। আমি বরং শুনতে পাচ্ছি সঠিক কাজের শেষ হওয়ার ব্যাপারে কিন্তু আমি শুনতে রাজি আছি যে জাতি ভিত্তিক সঠিক কাজের থেকে প্রয়োজন ভিত্তিক অনেক বেশী ভালো। | 过往「新经济政策」里的马来裔族群平权方案长期是争议焦点,纳吉已承诺大幅调整,未来将针对需求,而非针对族裔,但有些人仍感怀疑,Hafiz Noor Shams表示: |
22 | অর্থনৈতিক নীতি বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের কিছু সংগ্রহে, স্টিফেনি স্টা মারিয়া নেমের উপরে কিছু এক পেশে মতামত তুলে ধরেছেন । | 演说中出现「对市场友善的平权政策」一词,我不太相信,我宁愿废除平权政策,但我肯定针对需求绝对比针对种族要好。 |
23 | নীতি উদ্যোগ সেন্টার থেকে প্রফেসর লিম টেক ঘি এই কাঠামোকে শুধুই অলঙ্করণ বলেছেন। নেমের দীর্ঘমেয়াদি সময় সীমা একটা অজুহাত কাজ না করা বা দেরি করার। | 在访问多位经济政策专家的内容中,Stephanie Sta Maria特别提到人们对「新经济模型」看法两极,「政策计划中心」教授Lim Teck Ghee认为这个架构徒具理论: |
24 | নেমের স্বল্প মেয়াদী কোন লক্ষ্য নেই আর আমার মনে হয় ভবিষ্যতে এটা পূর্বের উচ্চাভিলাষী নীতির মতো পরিণত হবে। | 「新经济模型」长期时间表只是种不作为或拖延的藉口,却没有短期目标,我觉得结果会跟先前其他政策相同。 |
25 | মালয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এডমুন্ড টেরেন্স গোমেজ একটি পরিষ্কার সমালোচনা দিয়েছিলেন যে নেম পুরানো ধারণার উপরে নতুন প্রলেপ। | 马来亚大学(University Malaya)教授Edmund Terence Gomez亦直言,「新经济模型」只是重新包装旧思维: |
26 | নাজিব বলেছেন যে সঠিক কাজের নীতি এখন জাতি ভিত্তিক না হয়ে প্রয়োজন ভিত্তিক হবে। কিন্তু এর স্বচ্ছতা আর বাজার-উপযোগিতা পরিষ্কারভাবে ভূমিপুত্রদের (জাতিগত মালয়) লক্ষ্য করে করা। | 纳吉表示,平权政策未来将以需求为基础,而非以种族为基础,但其中透明与市场友善部分却明显针对马来裔民众,这和过去的「新经济政策」并无不同。 |
27 | আর এটা নেপ থেকে কোন অংশে আলাদা নয়। কোন রেকর্ড ছাড়া কঠোর রাজনৈতিক বাছাই আর পরিবর্তন কাজে পরিণত করা সম্ভব নয় - তাই নেম সম্পর্কে সন্দেহের অবকাশ আছে এবং তা বিস্ময়কর নয়। | 由于现任政府并无重大政治决策及落实变革记录,外界对「新经济模型」自然多所质疑,虽然改革意图明确,最终结果却很模糊,未来这个联合政府的工作才刚开始,balajoe27指出: |
28 | যদিও সংস্কারের ইচ্ছা পরিষ্কার কিন্তু শেষ ফলাফল পরিষ্কার না, জোট সরকারের কাজ কেবলমাত্র শুরু হয়েছে। | 「新经济模型」尚在起步阶段,其中部分内容良好,但未来是否会变成另一项不平等政策,又能否有效落实,都还有待观察。 |
29 | বালাজো২৮ জানিয়েছেন: | 校对:Soup |
30 | বাস্তবতা হল নেম এখনো শিশু অবস্থায়- নেমের আওতায় ভালো জিনিষ আছে কিন্তু এটা আবার একপক্ষীয় নীতিতে পরিণত হয় কিনা অন্য নামে নাকি এটা কার্যকরভাবে কাজে পরিণত করা যাবে, এখনো দেখার বাকি। | |