# | ben | zhs |
---|
1 | সিঙ্গাপুর: বয়স্ক রোগীর প্রতি দুর্ব্যবহার নিয়ে ক্ষোভ | 新加坡:因高龄病患受虐而怒 |
2 | প্রতিষ্ঠানটির নাম নাইটিংগেল নার্সিং হোম কিন্তু মনে হয় এর কিছু নার্স ফ্লোরেন্স নাইটিংগেল থেকে অনেক দূরে সরে গেছেন। | 虽然安养院名为“南丁格尔”,但其中部分护士似乎没有如南丁格尔(Florence Nightingale)般的牺牲奉献精神。 |
3 | সিঙ্গাপুরবাসীরা অবাক হয়েছেন ও কষ্ট পেয়েছেন ওই নার্সিং হোমে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধার প্রতি দুর্ব্যবহার সচক্ষে দেখে যা জুন মাসের প্রথম সপ্তাহে ইউটিউবে তুলে দেয়া একটা লুকানো ভিডিওতে ধরা পড়েছে। | 上星期有段偷拍画面曝光,记录安养院里一名75岁妇人遭虐待,让新加坡社会既震惊又愤怒,影片拍下护士掌掴躺在床上的高龄病患: |
4 | ঐ ভিডিওতে একজন নার্সকে বিছানায় শুয়ে থাকা বয়স্ক একজন রোগীকে চড় মারতে দেখা যাচ্ছে: http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
5 | v=c7kkJ2Glxko&feature=related অনেক সিঙ্গাপুরবাসী দুর্ব্যবহার করা নার্সদের শাস্তি চাচ্ছেন। | v=c7kkJ2Glxko&feature=related |
6 | জ্যাভার্টস ওয়ার্ল্ড লিখেছে: জনগণের জানা প্রয়োজন যে কর্মীদেরকে কি শাস্তি দেয়া হয়, হয়তো মৌখিকভাবে সাবধান করা সম্ভব? | 许多新加坡民众要求惩处暴力护士,Javert's World表示: |
7 | নার্সিং হোমের প্রধানকেও শাস্তি দেয়া উচিত আর নিগৃহীত ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া উচিত। | 大众有权得知员工受到什么处罚,也许只是口头警告吗? |
8 | এটা যে কারো সাথেই হতে পারে আর আমি হতাশ যে এটা সিঙ্গাপুরে ঘটেছে। | 安养院院长也不该幸免,受害人及其家属也应获得补偿。 |
9 | রুবেন চান জানিয়েছেন যে খুব কম সিঙ্গাপুরবাসী তাদের বয়স্ক আত্মীয়ের সেবা করতে চায়: | 此事可能发生在任何人身上,却真的在新加坡出现,令我相当失望。 |
10 | আপনি কি আশা করতে পারেন যখন বৃদ্ধদের সেবা আমরা দিয়ে দেই এমন শ্রমিকদের হাতে যে ধরনের কাজ সিঙ্গাপুরবাসীরা করতে চায়না। | Reuben Chan指出,新加坡只有少数民众愿意照顾年迈亲人: |
11 | নার্সিং চাকচিক্যময় কোন পেশা না আর সিঙ্গাপুরবাসী এটা করতে চায়না। ধনী ডাক্তার হতে তারা চান। | 若高龄者照顾工作全都委外,由临时工承接新加坡国民不愿费力的工作,各位还有何期待? |
12 | রোগীর পশ্চাদ্দেশ মোছার জন্য নার্স হতে চাননা। নার্সদের খিটখিটে বৃদ্ধদের সাথে কাজ করতে হয় যাদেরকে তাদের সন্তানরা দেখতে চাননা। | 看护工这项职业并不光鲜,国内民众也不想从 事,只想担任又体面又富有的医师,但不愿成为擦拭病患臀部的护士。 |
13 | যদি তারা জানে যে রোগীর নিজের সন্তানরা তাদের সম্মানের সাথে ব্যবহার করবে না, তাহলে তারাও বা কেন করবে। | 看护必须面对许多子女排斥的脾气暴躁长者,若看护所见,子女都不愿尊重这些高龄者,他们 又何必毕恭毕敬? |
14 | সবাই তো আর ফ্লোরেন্স নাইটিংগেল বা মাদার তেরেসা নন। | 并非每个人都是南丁格尔或格蕾莎修女。 |
15 | লো এন্ড বিহোল্ড সন্দেহ করেন যে অন্যান্য নার্সিং হোমেও এই ধরনের নির্যাতন হয়ে থাকে: | Loh and behold怀疑,其他安养院也有虐待案例: |
16 | নাইটিংগেল নার্সিং হোমের পিছনের বিকলাঙ্গদের সনাক্ত করা উচিত, যেভাবে ওই বেচারী বৃদ্ধাকে বিছানায় ফেলা হয়েছে সেভাবেই তাদের জেলে ভরা উচিত আর উচিত চাবিটা স্থায়ীভাবে ফেলে দেয়া। | 我们应该揪出南丁格尔安养院背后的蠢蛋,然后像他们对待那位可怜老妇人一样,把这些人扔入大牢,永远不准出狱。 |
17 | আর কতো নির্যাতনের সংবাদ সামনে আসতে হবে যখন এই ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হবে? | 究竟得发生几件虐待案,政府才会有所作为? |
18 | এই ধরনের নার্সিং হোমে, বিশেষ করে ডিমেন্সিয়া থাকা অশিক্ষিত বাসিন্দাদের নিয়ে, আমি কেবল ভিতরের বিভীষিকা কল্পনা করতে পারি। | 在这种安养院里,多是未受教育的痴呆患者,其中多么可怕实在难以想像。 |
19 | আমি নিশ্চিত নির্যাতনের আরো ঘটনা আছে যা সম্পর্কে জনগণ কিছু জানে না। | 我确信还有其他大众不知道的虐待案例。 |
20 | এটা জানা গেছে যে ভিডিওতে দেখানো বয়স্ক রোগীর ছেলে এই ঘটনা স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছেন তিন মাসেরও বেশী সময় আগে। কিছু লেখক মনে করছেন যে গত মাস নির্বাচনী প্রচারনার সময় ছিল বলে সরকার এই ব্যাপারটা ‘চেপে' গেছেন। | 后来发现,影片中受虐妇人的儿子早在三个多月前,便已向卫生单位通报,有些作家指称,政府在上个月大选之前刻意掩盖此事。 |
21 | সাম্প্রতিক একটা অগ্রগতিতে, সরকার এই নার্সিং হোমকে নতুন রোগী নেয়ার ব্যাপারে নিষেধাঞ্জা দিয়েছে। মি: ব্রাউন. | 之后政府暂时禁止该院接受新病患,mrbrown.com认为,安养院只受到这种惩罚实在太奇怪: |
22 | কম এটা অদ্ভুত হিসেবে ভাবছেন যে এই নার্সিং হোমকে কেবলমাত্র শাস্তি হিসাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে: | 没有人遭到起诉,没有人因此丢掉工作,安养院也只是暂时不得接受新病患。 |
23 | কাউকে শাস্তি দেয়া হয়নি, কারো মাথা কাটা যায়নি, আর নার্সিং হোমকে কেবলমাত্র নতুন রোগী নিতে মানা করা হয়েছে। | 太可恶了。 |
24 | ভয়াবহ। টুইটার আর ফেসবুকের কিছু মন্তব্য: | Twitter和Facebook网站也有各种反应: |
25 | @ইভান লিবি: নাইটিংগেল নার্সিং হোম নতুন সিঙ্গাপুর কুস্তিগির তৈরি করছেন? বৃদ্ধদের বিছানায় আছড়িয়ে ফেলে, মুখে চড় মেরে… | @Evan_Lby:南丁格尔安养院要培育新一代新加坡摔角手吗? |
26 | চ্যান সিএল: স্বাস্থ্য মন্ত্রনালয়ের উচিত এই নার্সিং হোমকে বন্ধ করে দেয়া। | 不仅把老人家丢在床上,还甩耳光… |
27 | হোমের নাম তাদের জন্য লজ্জার বিষয়। এই ব্যাপারটা সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে আলোচনা শুরু করিয়েছে। | Chan CL:卫生部应关闭这间安养院,安养院名称只是种反讽。 |
28 | থেরেসা লুয়াং আর সুমাত্রা মেনন কিছু পদক্ষেপের কথা আলোচনা করেছেন সিঙ্গাপুরের বয়স্কদের ভালো স্বাস্থ্য সেবার জন্য: | 此事也让众人开始讨论新加坡医疗品质,Therese Leung与Sumytra Menon分析该采取哪些措施,才能改善国内高龄者医疗服务: |
29 | দীর্ঘ সময়ের জন্য, সিঙ্গাপুরের দরকার স্থানীয় কর্মীদের জন্য সুবিধা বের করা দীর্ঘ সময়ের সেবার সেক্টরে যাতে বিদেশী কর্মীদের উপরে আমাদের নির্ভরতা কমে যায়। আমরা কিছু অবকাঠামগত পরিবর্তনের সমন্বয় প্রস্তাব করছি এই সকল কাজে বেতন, কর্ম জীবনের উন্নয়ন আর দেখাশোনার সমন্বয়ে। | 长期而言,新加坡必须重新规划制度,让本地劳工愿意从事长期照顾工作,才能降低依赖外藉劳工的程度,我们建议在薪资、职涯发展、监督方面都需要调整。 |
30 | গবেষণায় দেখা গেছে যে বেতনের স্তর বৃদ্ধি করলে দীর্ঘ মেয়াদী সেবার কর্মক্ষেত্রে স্থানীয় কর্মীদের আকর্ষিত হওয়ার আর টিকে থাকার প্রবণতা বাড়বে। বেতন বৃদ্ধি একবারের বোনাস হিসাবে না দেখে ধাপে ধাপে পে স্কেলের মধ্যে ফেলতে হবে যা অনেক বছরের অভিজ্ঞতার পুরষ্কার হবে। | 研究显示,提高薪资能吸引与留住本地长期照顾产业劳工,所谓调涨薪水并非给予单次加给,而是依据年资与经验,提供不同等级的薪资。 |
31 | লেখকদের মত অনুসারে, আজকে সিঙ্গাপুরের বার জনের মধ্যে একজন সিঙ্গাপুরবাসী অন্তর ৬৫ বছর বয়স্ক কিন্তু ২০৩০ সালের মধ্যে পাঁচ জনের মধ্যে একজন বয়স্ক নাগরিক হবেন। | 两人指称,目前新加坡65岁以上人口占全国的十二分之一,但到2030年,比例会增至五分之一。 |