# | ben | zhs |
---|
1 | বলিভিয়া: সেন্ট. রোশ এর ভোজ উৎসবে কুকুরকে সম্মান প্রদর্শন করা | 玻利维亚:圣洛克庆典欢庆人类最好的狗朋友 |
2 | প্রতি বছরের ১৬ই আগস্ট বলিভিয়ার প্রতিটি গৃহে সেইন্ট রোশ (অথবা স্প্যানিশ হিসেবে সান রকে) উৎসব পালন করা হয়। সেইন্ট রোশ এমন এক সাধু ছিলেন যিনি কুকুরদের পৃষ্ঠপোষকতা করতেন। | 每年的8月16日,玻利维亚的家庭庆祝圣洛克庆典(Feast of St. Roch,西班牙文San Roque)。 |
3 | এই ফরাসী সাধুর কথা বলিভিয়ার সারা দেশের সবাই হয়তো ভালো মত জানে না, কিন্তু এই উৎসবের দিনে বলিভিয়ানরা তাদের গৃহপালিত পশু ও পাখীর বিশেষ যত্ন নিতে ভুলে না। | 圣洛克是犬类的守护者,尽管这名法国圣人的故事,可能在国内不广为流传,但玻利维亚人利用这特别的机会关心宠物。 |
4 | যদিও একটা কুকুরের জীবন সবসময় এত সহজ নয়, যেমনটা একজন ব্লগার তার পাঠকদের মনে করিয়ে দেন। এল আলটো নোটিসিয়ার [স্প্যানিশ ভাষায়] আলবার্তো মেদরানো লিখেছেন যে, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এল আল্টো ও লা পাজের রাস্তায় অনেক বেওয়ারিস কুকুর ঘুরে বেড়ায়; তারা অসুস্থ এবং যে কোন সময় দেহত্যাগ করতে পারে। | 虽然狗的一生或许辛苦,一名博客提醒读者;来自El Alto Noticias[西班牙文]的Alberto Medrano写道:「我们不该忘记在El Alto跟La Paz地区中,有很多的流浪狗病重到随时可能往生。」 |
5 | সারা দেশে অনেক কুকুর রয়েছে যারা তাদের মালিকের ভালোবাসায় প্রতিপালিত হয় এবং এই দিনটিতে ব্লগাররা নাগরিক মিডিয়ার মাধ্যমে তাদের এ ধরনের ভালোবাসা প্রকাশের সুযোগ নিয়ে থাকে। | 在这个国家中,有许多的狗受到主人的宠爱,而这天是博客藉由公民媒体,对此表达意见的一天。 |
6 | যাই হোক, উৎসবের শুরুতে লা পাজের আর্চবিশপ বা প্রধান যাজকের ব্লগ এই সাধুর জীবন নিয়ে কিছু তথ্য সরবরাহ করেছে। | 首先,La Paz的大主教的博客介绍了关于这名圣人的背景资料[西文]。 |
7 | গল্পে যে ভাবে রয়েছে তাতে জানা যাচ্ছে যে, আমাদের এই সাধু রোগাক্রান্ত শরীরে বনে চলে যান, যাতে পিয়াসেন্জার বাসিন্দারা একই রোগে আক্রান্ত না হয়। | 你的父母或祖父母一定跟你说过圣洛克的狗的可贵故事。 |
8 | সেখানে এক কুকুর প্রতিদিন তাকে দেখতে আসত। | 如果你看这只邮票,我们的圣人有一只漂亮的狗陪伴。 |
9 | আসার সময় কুকুরটি তার মালিকের টেবিল থেকে নেয়া এক টুকরো রুটি সাথে নিয়ে আসত। | 这狗的背后有什么 典故 呢? |
10 | তার মালিক ছিল একজন ভালো মানুষ যার নাম নাম ছিল গোটার্ডো পালাসাট্রালি। | 这是他的救星。 |
11 | তিনি তার কুকুরের প্রতিদিনের এই কাণ্ড দেখে কৌতূহলী হলেন। | 在现代,尤其夏天,许多对人亲切友善的狗都被遗弃在街道上。 |
12 | তিনি সিদ্ধান্ত নিলেন তার এই পোষা কুকুরটিকে তিনি অনুসরণ করবেন। | 向做出这种野蛮行为的人说明这个故事,会很不错,一个关于动物如何救了如洛 克般重要的圣人的故事。 |
13 | এই ভাবে কুকুরটিকে নিয়ে তিনি বনে গেলেন এবং তারা মৃতপ্রায় মানুষটিকে আবিষ্কার করলেন (…)। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এর আরেকটি জনপ্রিয় সংস্করণ রয়েছে। | 故事是这样发生的,我们的圣人为了避免疾病传染到皮亚琴察(Piacenza)的居民,进入了一座森林,每天都有一只狗为 他带来 一块面包。 |
14 | এই গল্পে একই কুকুর বনের ভেতর সাধু ব্যাক্তিটিকে সুস্থ করেন তার রোগাক্রান্ত পা চেটে দিয়ে। | 这只狗从名为Gottardo Pallastrelli的富裕的主人餐桌上叼了一块面包,日复一日,主人看在眼里,决定跟踪他的宠物。 |
15 | Photo of Tomoyo by Edwin Velásquez and used under a Creative Commons license. | 就这样,他们进入了森林,发现了一个垂死的可怜 人。( |
16 | অনেক ব্লগার তার নিজস্ব পোষা প্রাণী সম্বন্ধে লেখার এই সুযোগ গ্রহণ করেছে এবং তাদের প্রভাব নিজের জীবনে কতখানি পড়েছে তা অন্য ব্লগারদের সাথে ভাগ করে নিয়েছে। | …)在其他流行的故事版本,同一只狗在森林里舔舐了他的腿伤,治愈了这名男人。 |
17 | এডুইন ভেলাসকুয়েজ তার কুকুর সম্বন্ধে লিখেছেন যার সঙ্গ সবসময় উপভোগ্য [স্প্যানিশ ভাষায়]। | Tomoyo的照片由Edwin Velásquez提供,据创用CC授权使用。 |
18 | টমোইয়র অন্য এক নাম, মালিক, এবং অন্য এক জীবন রয়েছে। | 有些玻利维亚的博客利用这机会书写关于自己宠物,分享他们的生命如何因此而改变的故事。 |
19 | এই মেয়ে কুকুরটিকে তার আগের মালিক আর রাখতে চাচ্ছিলো না, কারণ ইতিমধ্যে তাদের অনেক কুকুর হয়ে গিয়েছিল এবং তারা সবগুলোর যত্ন নিতে পারছিল না। | Edwin Velásquez写了关于他喜欢一同相处的狗[西文]: |
20 | এটা জানার পর আমার বাবা তাকে নিয়ে আসে এবং পরে আমাকে দিয়ে দেয়। | Tomoyo曾有过另一个名字,另一个主人,另一段生活。 |
21 | আমি তার অন্য নাম দেই। | 它亲爱的主人因为拥有太多狗,无力照顾,而放弃了它。 |
22 | তাকে গোসল করাই, তার চুল কেটে দেই এবং তাকে খাবার দেই। | 我父亲了解 这点之 后,买下它,之后转给我。 |
23 | টমোইয় সে সময় আতঙ্কিত ছিল এবং দুই দিন সে কিছু খেতে চায়নি। | 我给了它新名字,帮它洗澡,修剪毛发也给它食物。 |
24 | এটা আমাকে উদ্বিগ্ন করে তোলে। | Tomoyo很惊恐,为此绝食了两天,让我担心。 |
25 | তবে খানিকটা ধৈর্য্য আর যত্নে সে তার নতুন জীবনকে গ্রহণ করে। | 但是,在一些关心及耐心 下,Tomoyo接受了它的新生活。 |
26 | অন্য আরেক ব্লগার মারিয়া ক্রিস্টিনা মেরোনো যে সান্টা ক্রুজের একজন, তিনিও তার কুকুর ডানিলোকে শুভেচ্ছা জানানোর সুযোগ গ্রহণ করেছেন। | 另一名博客来自圣克鲁斯的Maria Cristina Moreno也利用这机会祝福她的狗Danilo。 |
27 | ভদ্রমহিলা এই দিনটিকে উদযাপন করার সেরা উপায় নিয়ে লিখেছেন। | 她写了庆祝这日子的最好方法: |
28 | আজ যে কোন দিনের চেয়ে আপনার পোষা প্রাণীটিকে সুখী করার চেষ্টা করুন, তাকে হাঁটতে নিয়ে বের হোন, ভালো খাবার দিন, পরিস্কার পানি ও তার প্রতি অনেক মনোযোগ দিন… কারণ কুকুরা মানুষের সবেচেয়ে সেরা বন্ধু। | 今天,更胜其他日子,值得好好逗你的宠物开心,带它去散步、给它好食物、干净的水以及满满的关怀…因为狗是人类最好的朋友… |
29 | এছাড়াও তিনি নীচের এই ভিডিওটি যুক্ত করেছেন: | 她也录制了以下的影片: |
30 | সবেশেষে, ইয়াকুইবা শহরের জোসে লুইস অনেক রাত ধরে সেইন্ট রোশের গল্প সমন্ধে গবেষণা করেন এবং লেখেন [স্প্যানিশ ভাষায়] যে (এই সম্মান লাভ করা কুকুর) এই উৎসব কেবল একদিন করার মতো বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে না বরঞ্চ তা প্রতিদিন উদযাপন করার মতো প্রশ্ন তৈরী করে। | 最后,来自Yacuiba的José Luis在一个晚上熬夜,寻找关于圣洛克的故事,写道[西文]「褒扬狗狗不应该是一天的庆祝,而是每天的庆祝」 校对:Soup |