# | ben | zhs |
---|
1 | রাইজিং ভয়েসেস ব্লগ আউটরিচ এর জন্যে প্রকল্প প্রস্তাব আহ্বান করছে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ নভেম্বর ৩০, ২০০৭ | 发声:小额资助公民媒体外展计划征求提案 |
2 | গ্লোবাল ভয়েসেসের আউটরিচ (ব্লগ প্রসার) শাখা রাইজিং ভয়েসেস তাদের দ্বিতীয় রাউন্ডের ৫০০০ ইউএস ডলার পর্যন্ত মাইক্রোগ্রান্ট (ক্ষুদ্র অনুদান) সহায়তার জন্যে প্রকল্প প্রস্তাব জমা নিচ্ছে। | |
3 | এই অনুদান অগ্রাধিকার ভিত্তিতে মূলত: নাগরিক মিডিয়া প্রসারের প্রকল্পগুলোর জন্য। | 申请截止日:2007年11月30日 |
4 | আদর্শ প্রার্থীরা বিস্তারিত আর উদ্ভাবনমূলক প্রস্তাব দেবেন যেখানে তারা সুবিধাবন্চিত জনগনকে নাগরিক মিডিয়ার কলাকৌশল আর ব্লগিং, ভিডিও ব্লগিং পডকাস্টিং ইত্যাদি নতুন মিডিয়া টুল সম্পর্কে জানাবে ও শিক্ষা দেবে এবং তাদের কাছে এই প্রযুক্তিগুলো সহজলভ্য করবে যাতে তারা অন্য সবার মত নিজেদের প্রকাশ করতে পারে বিশ্বের কাছে। | |
5 | গত জুলাইতে আমরা ৬০টা দেশ থেকে যে ১৪২টি দরখাস্ত পেয়েছিলাম এবং তার থেকে ৫টি প্রকল্পকে অনুদান দেয়া হয়েছিল। এই প্রকল্পগুলো বাংলাদেশ, কলম্বিয়া, বলিভিয়া, ভারত আর সিয়েরা লিওনে অবস্থিত। | 全球之声的发声计划(Rising Vocies),现正接受第二次小额资助申请,公民媒体的外展计划最高可得到5000美元经费补助。 |
6 | তাদের আবেদনপত্র আপনারা রাইজিং ভয়েস উইকি এর সাইডবারের “গ্রান্টীস” উপশিরোনামের নীচের যথাযত লিংকে ক্লিক করে দেখতে পাবেন। | |
7 | রাইজিং ভয়েসেস চেষ্টা করে নতুন নতুন কমিউনিটি (গোস্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কন্ঠকে কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। | |
8 | এই কাজের জন্য তারা উপেক্ষিত স্থানীয় গোষ্ঠীরদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দলগুলোকে আর্থিক সাহায্য করে থাকে। সম্ভাব্য প্রকল্পগুলো হতে পারে এমনঃ | 合适的申请人须要提出理念及详细的计划内容,包括如何在弱势的社群中运用公民媒体技术进行沟通,教导民众制作自己的博客、影音节目等技巧。 |
9 | - একদল গ্রাফিটি (দেয়ালচিত্র) শিল্পীকে বাড়ির দেয়াল বাদ দিয়ে তাদের প্রকাশের মাধ্যম হিসেবে ব্লগ, পডকাস্ট আর অনলাইন ভিডিও ব্যবহার করার জন্য প্রশিক্ষন ও সহায়তা প্রদান। - প্রকল্প প্রস্তাবদাতা গোষ্ঠীরা স্থানীয় কোন এনজিও এর সাথে যোগাযোগ করে তাদের লোকদেরকে এবং স্থানীয় জনগনকে ব্লগিং আর ভিডিও আপলোডিং এর ট্রেনিং দিতে পারে যাতে সেই এনজিও এবং ওই সমাজের উন্নয়নমূলক কাজগুলো লিপিবদ্ধ হয় ও সবাই সে সম্পর্কে বিস্তারিত জানতে পারে। | 今年7月中,我们从60多国142份申请书里,选出了五个计划给予资助,这五个受助计划分别来自孟加拉、哥伦比亚、玻利维亚、印度、塞拉利昂,他们的计划内容可以在发声计划的wiki,侧栏的“受助计划”(Grantees)项目中取得进一步资料。 |
10 | - একই গোষ্ঠীর দুই দলের মধ্যে ১০ ইউ এস ডলার দামের ডিজিটাল ক্যামেরা বিতরন করে একটি ফ্লিকার গ্রুপ তৈরি করা যেখানে তারা তাদের শহরের বিভিন্ন অংশের তোলা ছবি নিয়ে তাদের বিশ্লেষন সম্পর্কে বিতর্কে জড়াতে পারে। | |
11 | - তরুনদের দলের মধ্যে এমপি৩ রেকর্ডার বিলি করা যাতে তারা বয়স্কদের কাছ থেকে সেই মতামত রেকর্ড করতে পারে যে তাদের সমাজ কি করে পাল্টাচ্ছে এবং ব্লগের মাধ্যমে তা প্রচার করতে পারে। | 发声外展计划希望协助新社群发出自己声音,为网路对话带来新的语言,让在地社团有资源与经费,把工作延伸到从不被注意的弱小社群。 |
12 | প্রথমবার থেকে দ্বিতীয়বারের আর্থিক অনুদান পদ্ধতি একটু আলাদা। | 有潜力的计划如: |
13 | আগের মতো ইমেইলে দরখাস্ত জমা দেয়া যাবে তবে এবার উইকিতে তা উন্মুক্তভাবে প্রকাশও করা যাবে। | 这次的资助和过去有一项重要差异。 |
14 | সুখবর হচ্ছে যে এখানে ফিডব্যাকের সুবিধা রয়েছে যা থেকে জানতে পারবেন যে কি করে এই প্রস্তাব আরো অনুদানের উপযোগী করা যায়। | 在正式送出计划书之前,申请者可以先在wiki公开写下构想及作法,听取别人的意见回馈以改进计划。 |
15 | এই ধরনের প্রস্তাব যে কোন সময় প্রকাশ করা যাবে উইকিতে আর যে কোন সময় দরকার মতো ঠিক করা যাবে। অবশ্য সব দরখাস্ত নভেম্বর ৩০ এর সময়সীমার মধ্যে চুড়ান্ত করতে হবে। | 申请者可随时撰写修改 wiki 直到满意为止,不过得在11月30日计划截止前定案。 |
16 | রাইজিং ভয়েসেস এর আউটরিচ অনুদান ইউ এস ডলার ১০০০ থেকে ৫০০০ এর মধ্যে থাকবে। দয়া করে চিন্তা করে, বাস্তবসম্মভাবে আর পুঙ্খানুপুঙ্খভাবে বাজেট ঠিক করবেন। | 发声外展计划的奖助金额从1000美元到最高5000美元,请尽可能仔细、明确、实际地规划经费预算。 |
17 | সফল প্রকল্পগুলো গ্লোবাল ভয়েসেসে বিশ্বব্যাপী শ্রোতা-পাঠকদের কাছে গুরুত্ব সহকারে প্রচারিত হবে। | 全球之声会对入选的方案进行特别报导。 |
18 | উইকি ব্যবহার করা জানতে নীচের স্ক্রিনঙ্কাস্ট দেখতে পারেন বা উইকির নির্দেশিকাও দেখতে পারেন। | 想知道如何使用wiki,可参考底下的萤幕截图教学,或是到wiki页面阅读使用指南。 |
19 | ইমেইলে দরখাস্ত জমা দিতে চাইলে ফর্মটি ডাউনলোড করে ৩০ নভেম্বরের মধ্যে outreach@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠান। দেরীতে পাওয়া দরখাস্ত বিবেচনা করা হবে না। | 若要私下提案,可下载申请书格式,在11月30日前寄到 outreach@globalvoicesonline.org ,逾期恕不受理。 |
20 | আবেদনপত্র ডাউনলোড করুন (.doc format) | |
21 | আবেদনপত্র ডাউনলোড করুন (.pdf format) | |