# | ben | zhs |
---|
1 | ফিলিপাইন্স: নাগরিকদের ভিডিওতে বন্যার চিত্র ধারণ | 菲律宾:公民媒体与水灾记录 |
2 | টুইপিক ব্যবহারকারী রিয়াহগুয়েভারার সৌজন্যে | 照片来自Twitpic用户reahguevarra |
3 | ম্যানিলা পৌর এলাকার বেশ কিছু অংশ এখনও (২৮শে সেপ্টেম্বর) পানিতে তলিয়ে আছে যদিও মৌসুমি ঝড় অন্ডয় (আন্তর্জাতিক নাম কেটসানা) তার তাণ্ডবলীলা বইয়ে অনেক আগেই চলে গেছে। | |
4 | গত শনিবার (২৬শে সেপ্টেম্বর) রাজধানীতে এই ঝড় আঘাত করার পর প্রায় ২০০ জন লোক মারা গেছে এবং লক্ষাধিক লোক গৃহহীন হয়েছে। | |
5 | ঝড়ের সাথে ব্যাপক বৃষ্টিপাত এই দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এই ঝড়ের সাথে হারিকেন ক্যাটরিনার চেয়েও বেশী বৃষ্টিপাত হয়েছে। | 尽管凯莎娜台风己离开菲律宾,首都马尼拉与邻近省分部分地区仍泡在水中,台风上周四袭击首都后,已造成近200人丧生,数十万人被迫撤离。 |
6 | রিটুইট @উইজকিটাবেট: তথ্য: হারিকেন ক্যাটরিনার সময় লুইজিয়ানায় বৃষ্টিপাত হয়েছে ৩৮০ মিমি। | |
7 | টাইফুন অন্ডয়ের সময় ৪১০ মিমি বুষ্টিপাত হয়েছে ম্যানিলায়। | 大雨引发国内几十年来最严重水患,雨量更甚美国先前的卡翠娜飓风: |
8 | বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট পূর্ণ উদ্যমে কাজ করে গেছে উদ্ধারকর্মীদের বন্যা দুর্গতদের অবস্থান জানানোর জন্যে। | |
9 | টাইফুন অন্ডয় সিচুয়েশন ম্যাপ তৈরি করা হয়েছে দুর্গতদের কি সাহায্য দরকার তা চিন্হিত করতে। গুগল একটি বিশেষ পাতা খুলেছে ত্রাণ ও দান সমন্বয় করার জন্যে। | RT @wizkitabet:数据:卡翠娜飓风雨量-路易斯安纳州380公厘;凯莎娜飓风雨量-马尼拉410公厘。 |
10 | অন্ডয় রিলিফ এফোর্টস প্রকাশ করেছে রিলিফ এজেন্সীগুলোর নাম ঠিকানা, ত্রাণ জমা দেওয়ার স্থান, এবং সরকারী উদ্ধার দলের বিভিন্ন তথ্য। ছবি তুলেছে আলী ফিগুয়েরোয়া | 社会媒体网站发挥最大功能,告知搜救人员灾民所处位置,有人建立凯莎娜台风现况地图,汇整灾民需求资讯,Google也设立特别页面募集捐款;Ondoy Relief Efforts则列出各单位完整联络资料,包括搜救单位、捐款中心、政府紧急应变团队等。 |
11 | সাইবার জগৎে বিভিন্ন নাগরিক ভিডিও তুলে দেওয়া হয়েছে যাতে দৃশ্যমান হচ্ছে বন্যা কি পরিমাণ ক্ষতি ডেকে এনেছে এই জনগোষ্ঠীর উপর। | |
12 | নীচে ইউটিউব ব্যবহারকারী ডিডিপাসরেক্স এর সেরকম একটি ভিডিও। | 照片来自Ali Figueroa |
13 | আমার মা টাইফুন অন্ডয়ের দ্বারা সৃষ্ট বন্যার এই ভিডিওটি তুলতে সমর্থ হয় কিছু সময়ের জন্যে এবং অচিরেই তাদের দোতালায় চলে যেতে হয় পানি থেকে রক্ষা পেতে। | |
14 | দোতালায়ও তারা বুক সমান পানিতে ভেসে ছিলেন পরের দিন সকালে পানি নেমে যাওয়া পর্যন্ত। | |
15 | নীচের ভিডিও দেখাচ্ছে একজন গাড়ীর আরোহী কিভাবে গাড়ীতে আটকে রয়েছেন যখন ম্যানিলার এক হাসপাতালের সামনে বন্যার পানি হু হু করে বাড়ছিল। | |
16 | ম্যানিলার পূর্বে মারিকিনা সিটি এই বন্যার দ্বারা ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। | 公民影片陆续上传至网络,记录大水带来损失的可怕情景,以下是YouTube用户didipusrex的片段: |
17 | ম্যানিলার দক্ষিণে পারানাক শহরে পথচারী এমনকি মটর সাইকেল চালকরাও বন্যা আক্রান্ত রাস্তা পার হতে ফোমের সাহায্য নিয়েছে: | |
18 | বন্যার পানির তোড়ে গাড়ী ভেসে গিয়েছে। ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশও ঝড়ে প্রচন্ড বিপর্যস্ত হয়েছে। | 凯莎娜台风大水涌入家中,迫使我母亲得逃往二楼,不过之前她已用影片记录水灾一刻,后来淹水及胸,直到隔天早上才退去。 |
19 | টেকপিনাস একটি রেডিও স্টেশনের অনুষ্ঠানের প্রশংসা করেছে যা তার শ্রোতাদেরকে ক্রমাগত বন্যার তাজা খবর দিয়েছে। | |
20 | এর শ্রোতার মধ্যে অনেকেই ছিলেন বন্যাদুর্গত যারা মোবাইল ফোনের রেডিওর মাধ্যমে উদ্ধার কার্যের খবর শুনেছেন: | |
21 | টাইফুন অন্ডয় এর ফলে সৃষ্ট দুর্ভোগ এবং অনিশ্চয়তার মধ্যে ম্যানিলার বিভিন্ন অন্চলে বিদ্যুৎ ছিল না। | |
22 | এর মধ্যেই ডিজে গ্যাঙ্গ, ডিজে ল্যাম্বার্ট, এবং ডিজে স্টেফ তাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছে দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কার্যের বিভিন্ন সংবাদ ও তথ্য প্রচার করতে যাতে দুর্গত এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বন্যা দুর্গতরা তা শুনতে পারে। | |
23 | চার্জ কমে আসা মোবাইল ফোন কানে দিয়ে এরা জ্যাম ৮৮. | 这段画面里记录大水蔓延马尼拉一间医院外,有位乘客困在车辆中。 |
24 | ৩ স্টেশনকেই তাদের শেষ আশা বলে ধরে নিয়েছিল। | 马尼拉以东的Marikina市受到水灾重创。 |
25 | এই স্টেশনটি তাদের গতানুগতিক এফ এম অনুষ্ঠান বাদ দিয়ে উদ্ধার ও ত্রাণকার্য সংক্রান্ত যাবতীয় তথ্য ও স্বেচ্ছাসেবী সমন্বয়ের এক তথ্যকেন্দ্রে পরিণত হয়েছিল। | |
26 | এসএমএস এর মাধ্যমেও বন্যাদুর্গতদের মাঝে সংবাদ পাঠানো হয়েছিল যে কিভাবে বন্যা থেকে বাঁচা যাবে: | 马尼拉以南的Paranaque市情况,行人与摩托车骑士必须使用保丽龙,才能横越淹水路面。 |
27 | সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যে জ্যাম রেডিওর এই উদ্যোগে জনসাধারণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ। | 汽车遭强劲水流冲走。 |
28 | অনেকে রেডিও স্টেশনে ফোন করে জানিয়েছেন শহরে ট্রাফিক জ্যামের অবস্থা। | 马尼拉以北的Bulacan省亦受台风重创。 |
29 | বন্যাদুর্গতরা যারা বাড়ীর ছাদে অবস্থান নিয়েছিল পানি থেকে বাঁচার জন্যে তাদের হাইপোথার্মিয়া থেকে রক্ষার জন্যে কি করতে হবে তা জানিয়েছে ডাক্তাররা এসএমএস এর মাধ্যমে। | |
30 | একজন প্রাক্তন রেডক্রস ভলান্টিয়ার শ্রোতাদের বলেছেন কি করে খাবার স্যালাইন তৈরি করতে হয়। ছবি তুলেছেন সেলিয়া অ্যানা নাটানাউয়ান চান | Techpinas赞扬一家电台空出节目时段,为听众报导台风最新消息,许多听众皆为灾民,仰赖手机广播获知援救讯息: |
31 | দুর্যোগের তথ্য প্রচার এবং উদ্ধার কার্য সমন্বয়ের জন্যে টুইটার একটি কার্যকরী টুল। টুইটারের মাধ্যমে নেট নাগরিকরা দুর্গম স্থানে বন্যার সর্বশেষ খবর জানাতে পেরেছে: | 面对人们因凯莎娜台风造成众多不安与苦难,马尼拉多数地区也停电,DJ Gang、DJ Lambert与DJ Steph无私地贡献时间与精神,确保手机用户若只能从手机广播接收消息,也能获得援救资讯,也让Jam 88. |
32 | এইজঅফব্রিলিগ: আমাদের এক সহকর্মী পায়াতাস এ গিয়েছিল। ওখানকার অবস্থা প্রচার মাধ্যমে আসে নি। | 3电台维持坚忍与希望精神,他们让时常冷漠的广播电台,转变为搜救与志工资讯的集散地。 |
33 | কোন রিলিফও পৌঁছে নি। | 也有人运用手机简讯提供求生方式: |
34 | ককই: আমি কান্ডাবার পরিস্থিতি জানি। সমস্ত শহর পানির নীচে, শুধু গীর্জা ছাড়া। | 大众参与电台的力量更令人动容,有些人打电话至电台,通报马尼拉市区各项交通情况,医师传送简讯,告知困在屋顶的灾民如何避免体温过低,前红十字会志工亦教导如何制作口服电解质液。 |
35 | আমি শহর ছাড়তে পারছিনা। জভফ্রান্সিসকো: শনিবার পর্যন্ত আমি মনে করেছিলাম আমার এলাকাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। | 照片来自Celina Ann Natanauan Chan |
36 | তবে আমি টিভিতে ছবি দেখে বুঝলাম তা সত্যি নয়। | Twitter是个可靠灾害新闻来源,也能监控搜救行动,民众透过Twitter通报偏远地区灾情: |
37 | টুইটার বার্তা উদ্ধার দল এবং পুলিশকে তথ্য দিয়েছে কোথায় ত্রাণ সরবরাহ করতে হবে: আলেক্সডেরোসী: রোজারিও পাসিজ এবং কাভিট এলাকা এখনও কোন ত্রাণ পায় নি। | ageofbrillig:RT:一名成员昨天前往Payatas,没有媒体关注,也没什么援助。 cocoy:RT @mlq3 @jeyaiy 我只知道Candaba情况,除了教堂,整个城镇淹在水中,无法离开当地… jovefrancisco:星期六当天,我原本以为我的社区受创最深,后来看到电视画面,才知并非如此。 |
38 | আপনারা যদি পারেন, কিছু করেন। মাক্সেনেমাগালোনা: মারিকিনা গ্রামে পুলিশ দরকার। | Twitter使用者亦建议搜救队及警方前往何处分发粮食: |
39 | সেখানে ডাকাতরা বন্যাগ্রস্তদের খালি বাড়িতে চড়াও হবার জন্যে ওৎ পেতে রয়েছে। | |
40 | টুইট বার্তা উদ্ধারকার্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানিয়েছে জনগণকে: অ্যান্ড্রিউডিক্যাস্ট্রো: কিভাবে (ত্রাণসামগ্রী হিসেবে প্রদত্ত) ইন্সট্যান্ট নুডলস মানুষ রান্না করে খাবে? | alexderossi:RT @momma_erin REPOST:Rosario Pasig及Cavite地区尚未获得任何救难物资,若各位有办法,请伸出援手! maxenemagalona:RT @kitel_anne 我们在Provident Village Marikina地区需要警察,四处都有抢匪试图侵入屋内。 |
41 | অথবা টিনগুলোই খুলবে কিভাবে? আমার জানতে ইচ্ছে করছে। | Twitter上也有人提醒大众目前搜救进度: |
42 | ফিলরেডক্রস: আমরা আমাদের ত্রাণ বিতরণ কার্যে যুবকদের সহায়তায় অভিভুত। | ANDREWdecastro:灾民要怎么烹煮那些泡面? |
43 | আগ্রহী স্বেচ্ছাসেবকরা পিএনআরসি হেডকোয়ার্টার (আন্ডা সার্কেলের কাছে) এ যেতে পারেন। ককই : @ডেমেন্টিয়া: হ্যা দয়া করে এখুনি খাবার উপযুক্ত খাদ্য ও পানি দান করো। | 又要怎么开罐头? philredcross:我们对搜救行动的支援青年相当感动,有意的志工请至PNRC NHQ。 cocoy:RT @dementia 请捐赠可立即食用的食物与饮水,灾民没有办法煮面。 |
44 | নুডলস রান্না করার কোন উপায় নেই বন্যাদুর্গতদের। | 一位参议员的Twitter讯息也反映出灾民不分贫富: |
45 | রাজ্যের এক সিনেটরের এই টুইটার বার্তা বোঝাবে যে বন্যা ধনী গরীব উভয়কেই আক্রান্ত করেছে: সে চিজ: আমার শ্বশুরবাড়ির লোকেরা সিন্কো হারমানোজ এ বাস করে। | SayChiz:我妻子的家人住在平房里,屋顶以下全都淹在水中,他们只能在邻居家的二楼避难。 |
46 | তাদের ছাদটুকু শুধু পানির উপরে ছিল। | 照片来自Diane Lorenzana |
47 | তারা তাদের প্রতিবেশীর দোতালা বাড়ীতে আশ্রয় নিয়েছে। ছবি তুলেছে ডায়ান লরেনজানা | 校对:Portnoy |