# | ben | zhs |
---|
1 | শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহ | 照片集:东南亚数千名劳工走上街头争取权利 |
2 | গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে। | 全球之声回顾柬埔寨、菲律宾、印度尼西亚与新加坡的五一劳动节抗议活动。 |
3 | কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশ গুলো শান্তিপূর্ণ ছিল। | 这几场集会游行,为响应劳工与倡议团体提出的种种诉求而生,活动的进行在整个区域相对和平。 |
4 | ক্যাম্বোডিয়ায়, ৬০০০ এর অধিক বস্ত্র শ্রমিক ছাত্র, এনজিও, এবং নম পেন শহরের শহুরে দরিদ্র বাসিন্দাদের সাথে যোগ দেয়। ভালো মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে স্বাধীনতা পার্ক থেকে জাতীয় সংসদ পর্যন্ত তাঁরা মিছিল করে। | 柬埔寨金边市,超过六千名的制衣厂工人,加上学生、NGO与城市里的贫困居民,一路从自由公园游行至国会,要求最低基本工资与改善工作条件。 |
5 | পোশাক শিল্পের শ্রমিকরা ফেনম পেন, ক্যাম্বোডিয়ায় মিছিল করছে। | 柬埔寨金边游行的制衣厂工人。 |
6 | ছবিঃ লিকাধো | 照片来自Licadho |
7 | জাতীয় সংসদের কাছে ক্যাম্বোডিয়ান প্রতিবাদ কর্মীরা। | 国会附近的柬埔寨抗议群众。 |
8 | ছবিঃ লিকাদো | 照片来自Licadho |
9 | কমিউনিটি লিগ্যাল শিক্ষা কেন্দ্র দ্বারা আপলোডকৃত এই ভিডিওতে, ক্যাম্বোডিয় শ্রমিকের প্রধান চাহিদা ও পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে: | 下面这个由社区法律教育中心(Community Legal Education Center)上传的视频,概略叙述了柬埔寨劳工的主要诉求与目前的处境: |
10 | জাকার্তায় হাজার হাজার শ্রমিকের মিছিল। | 印度尼西亚有数千名劳工于雅加达的总统府前游行,庆祝劳动节。 |
11 | ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ডেমোটিক্স (5/1/2013) | 他们的诉求之一是,“实现最低基本工资、劳工健康保险与工作安全,以及拒绝委外代工。” |
12 | ইন্দোনেশিয়ায়, শ্রম দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল করে। | 于雅加达游行的数千名劳工群众。 |
13 | তাদের দাবীর মধ্যে ছিল, “ন্যূনতম মজুরী লাভ, স্বাস্থ্য বীমা এবং কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সেই সাথে আউটসোর্সিং প্রত্যাখ্যান করা”। | 照片来自Ibnu Mardhani,著作权@Demotix (5/1/2013) (5/1/2013) |
14 | শ্রম দিবসে জাকার্তায় শ্রমিকদের মিছিল। | 劳动节当天在雅加达的劳工游行。 |
15 | ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ ডেমোটিক্স (5/1/2013) ফিলিপাইনে, শ্রম গ্রুপ কিলুসাং মেয়ো উনো সরকারের শ্রম নীতির ব্যাপারে হতাশঃ | 照片来自Ibnu Mardhani,著作权@Demotix (5/1/2013) |
16 | ফিলিপাইনে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ১২৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তার ১১০ তম উদযাপনকে আমরা কর্মীদের বিরোধী এবং পুঁজিবাদী শাসনের স্বপক্ষে প্রেস এর অবস্থানকে তীব্র নিন্দার সঙ্গে চিহ্নিত করেছি। | 菲律宾劳工团体Kilusang Mayo Uno对于政府的劳工政策感到失望: 我们以遍及全国的抗议活动,来庆祝全球第127届、菲律宾第110届的国际劳动节,谴责极度反劳工、亲资本家的诺诺. |
17 | নয়নয় আকুইনো | 艾奎诺政权。 |
18 | আকুইনো আবারও গুরুত্বপূর্ণ মজুরি বৃদ্ধি, চুক্তিগত কর্মসংস্থানের আবর্জনা এবং ট্রেড ইউনিয়ন দমনের পদক্ষেপ গ্রহণের জন্য শ্রমিকদের দাবি বাতিল করেছেন। | 艾奎诺再次拒绝劳工大幅增加工资、废止约聘制,以及停止压制工会的要求。 |
19 | প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উচ্চ মজুরির দাবিতে ফিলিপিনোদের মিছিল। | 他老是吹嘘劳工的非薪资给付福利以及政府在创造就业上的成果。 |
20 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | 菲律宾劳工游行至总统府附近,要求提高工资与物价回稳。 |
21 | ফিলিপাইনে শ্রম দিবসের মিছিল। | 照片来自Tine Sabillo脸书 |
22 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | 菲律宾的劳动节示威活动。 |
23 | ম্যানিলায় শ্রম দিবসের ঘটনাগুলোর উজ্জ্বলতম অংশসমুহ ইযে মিজারেস এর আপলোড করা এই ভিডিওটিতে রয়েছে: | 照片来自Tine Sabillo脸书 |
24 | সিঙ্গাপুরে। | 这个由EJ Mijares上传的影片中,可见到马尼拉劳动节活动的精彩画面: |
25 | ট্রানজিশনইং ডট অরগ এর গিলবারট গহ সিঙ্গাপুরে ঐতিহাসিক শ্রম দিবসের প্রতিবাদ সম্বন্ধে লিখেছেন: | 在新加坡,transitioning.org的Gilbert Goh写了一篇文章,谈新加坡这次具有重大历史意义的劳动节抗争: |
26 | আমরা উপলব্ধি করতে পেরেছি, সিঙ্গাপুরে আমরাও একটি ইতিহাস তৈরি করছি। | 我们了解到,我们正在创造新加坡的另一段历史。 |
27 | এখনও পর্যন্ত কেউ এখানে সব পর্যায়ে শ্রম দিবসের অনুষ্ঠান করতে পারেনি। | 在这之前从未有人彻底设法组织一场劳动节活动,能够第一次这样做,我们感到很自豪。 |
28 | আমরা প্রথমবারের মতো এটি করতে পেরে গর্বিত। | 我们甚至可能仔细考虑从现在开始,每年都办一次劳动节抗议活动,就像许多其他国家几十年来做的那样。 |
29 | এমনকি আমরা এখন থেকে বার্ষিক শ্রম দিবসের প্রতিবাদ কর্মসূচি পালন করব বলে ভাবছি- অন্যান্য অনেক দেশে যেটি কয়েক দশক ধরে পালিত হয়ে আসছে। | 劳动节当天,数千名新加坡人聚集在芳林公园。 |
30 | শ্রম দিবসে হাজার হাজার সিংগাপুরিরা হং লিম পার্কে জমায়েত হন। | 照片来自Lawrence Chong脸书 |
31 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | 新加坡民众参与历史性的劳动节抗议活动,向政府的人口政策报告书发表看法。 |
32 | সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করে সিঙ্গাপুরিরা শ্রম দিবসে তাঁদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। | 照片来自Lawrence Chong脸书 |
33 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | 这次抗议活动是“二月行动”的续曲。“ |
34 | ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের সমাবেশের একটি পরিণাম প্রতিবাদ, যেখানে হাজার হাজার সিঙ্গাপুরি জনগণ সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করতে জড়ো হয়। | 二月行动”聚集了数千名民众,反对政府的人口政策报告书。 |
35 | এই ভিডিওটিতে, সিঙ্গাপুরিরা এই পদক্ষেপ সংগঠিত করা এবং এতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেনঃ | 在下面的影片中,新加坡人解释为何举办以及为何参与行动。 |