Sentence alignment for gv-ben-20101017-13134.xml (html) - gv-zhs-20101101-6596.xml (html)

#benzhs
1মায়ানমার (বার্মা): কারেনদের দুর্দশা缅甸:克伦族苦难记录
2লুকিযে থাকা কারেন জনগোষ্ঠীর চিত্র। ছবি বার্মা মেটার নাও-এর , অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।躲藏的克伦族人照片来自Burma Matters Now,经许可后使用
3বার্মায় সামরিক শাসনকে টিকিয়ে রাখার জন্য সে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারেনরা দেশটির সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ।
4সেখানে কোন সেনার উপস্থিতি কারেনদের তাদের বাড়ি থেকে পালিয়ে কোথায় লুকাতে বাধ্য করার জন্য যথেষ্ট, পালানোর সময় তারা তাদের পিঠে সামান্য সামগ্রী নিয়ে পালাতে বাধ্য হয়।
5বার্মা মেটার নাও আমাদের সামনে কয়েকটি ভিডিও তুলে ধরছে যা কারেন জনগোষ্ঠীর দুর্দশার কথা বলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে যুদ্ধ জয়ে কারেন জনগোষ্ঠীর একটা বড় ভূমিকা ছিল।缅甸军方为了捍卫军事政权,时常迫害其他团体,克伦族(Karen)即为其中一个少数民族,由于军队随时可能前来,让许多克伦族人只能带着少许家产,逃离家园、四处躲藏,Burma Matters Now网站提供几段影片,叙述克伦族人所受的苦难。
6দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুজন প্রবীণ যোদ্ধা, যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা বর্ণনা করছে এবং কি ভাবে এই জয় তাদের জন্য কোন কিছু বয়ে আনেনি, তা জানাচ্ছে:
7এই সংক্ষিপ্ত তথ্যচিত্রে, ৯০ বছর বয়েসে উপনীত হওয়া প্রবীণ দুই যোদ্ধা, তাদের গল্প বলছে এবং কি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের জন্য এক রক্তাক্ত সংঘর্ষের সূত্রপাত করে, যার মধ্যে দিয়ে তাদের সম্প্রদায় পদ্ধতিগতভাবে এবং নির্মমভাবে বিগত ৬১ বছর ধরে বার্মার সামরিক বাহিনীর হাতে ধ্বংস হচ্ছে, সেটি জানাচ্ছে।
8এই এলাকায় সামরিক বাহিনীর অভিযান কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং তার সামরিক শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির কারণে পরিচালিত হয়।
9তবে সরকার এখানে ফোর কাট পলিসি ( চারটি জিনিস থেকে বিচ্ছিন্ন করে রাখা) নামক নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সাহায্য করবে এমন সবকিছু তারা ধ্বংস করে ফেলে।
10যার মধ্যে রয়েছে খাবার, তথ্য, ভবিষ্যৎ-এর জন্য প্রতিরোধ যোদ্ধাদের নিয়োগ, এবং সম্পদসমূহ, যার মানে হচ্ছে গ্রামবাসীদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে হয়।
11কারেন গ্রামবাসীরা সেনাদের হাত থেকে পালানোর জন্য সবসময় স্বাভাবিক চেষ্টা করে থাকে।在二次大战时,克伦族曾协助击败日本,两名退役军人回想自己的沙场经验,以及为何他们从未感受到胜战喜悦:
12তাদের শিবিরগুলো জঙ্গলের মাঝখানে অবস্থিত, যেখানে তাদের খুঁজে পাওয়ার সম্ভবনা বেশ কম।在这段短片中,九十多岁的退伍军人表示,对他们而言,二战结束,只是开启往后61年里,缅甸军队屡屡血腥镇压克伦族的历史。
13যদিও তাদের স্বাস্থ্য, বিদ্যালয়ের শিক্ষা এবং খাবারের অভাব রয়েছে, তারপরেও তারা এসব ছাড়াই টিকে থাকার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের গ্রামের মধ্যে থাকার কোন উপায় নেই।军方之所以入侵这个区域,是因为当地组成“克伦全国联盟”,亦有民兵组织“克伦全国解放军”,政府则采取“四截政策”(Four Cuts),斩断可能支撑反抗势力的粮食、资讯、未来人力及资源,故民众必须为谋生逃离。
14উত্তর কারেন রাজ্যের গ্রামগুলোকে প্রায়শই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। সেগুলো পুড়িয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়।克伦族人四处藏匿时,仍希望维持正常生活,营地设在丛林深处,不易遭人发现,虽然欠缺卫生设施、学校及粮食,但依旧奋力求生,毕竟许多人无法留在村庄里:
15এর মধ্যে থাকে ক্লিনিক, স্কুল, মন্দির বা গির্জা।
16সাধারণত বার্মার সেনাবাহিনী বসতিগুলো লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। যদি কোন গ্রামবাসী সেখানে থেকে যায় তাহলে, তার বয়স না দেখে বা সে ছেলে না মেয়ে তা বিবেচনা না করে, তার উপর গুলি বর্ষণ করে।在克伦邦各地,村落常成为目标,一把火就烧光一切,包括诊所、学校、寺庙、教堂,通常缅甸军队会先发射迫击炮,然后再进入村庄射 杀幸存民众,男女老幼无一幸免,再摧毁所有找到的药品、粮食、锅具、教材、衣物。
17তারা সংরক্ষিত ওষুধ এবং খাবার ধ্বংস করার জন্য খোঁজ করতে থাকে। এর সাথে তারা মাটির জিনিস, বাসন-কোসন, কম্বল, এবং স্কুলের জিনিসপত্র ধ্বংস করতে থাকে।因为政府不顾民权及人权,士兵们便肆无忌惮,充满种族主义及虐待狂,每个 月都有无数虐待、杀戮、强暴事件,因为国内责信与通讯能力不足,鲜少获当地媒体注意,更遑论是登上国际媒体版面。
18তারা মানবাধিকার এবং নাগরিক অধিকার পুরোপুরি উপেক্ষা করে। এটি সৈনিককে একটি বসতি মাটির সাথে মিশিয়ে দেবার ক্ষমতা প্রদান করে।这些攻击行动不只是针对克伦族,缅甸各个少数民族都遭遇类似处境,军方也不断想击溃各个叛乱团体:
19এইসব সৈনিকের অনেকে একেবারে বর্ণবাদী এবং ধর্ষকামী। অত্যাচার, বিনা বিচারে হত্যাকাণ্ড এবং ধর্ষণের তথ্য প্রতি মাসেই পাওয়া যায়।叛乱团体气势渐弱之后,缅甸军方就会进驻,强迫村民迁居至政府掌控的地点,民众行动严格受限,也常被迫劳动,却没有报酬。
20যার মধ্যে খুব সামান্য স্থানীয় প্রচার মাধ্যমে প্রকাশ হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যার খবর পাওয়াই যায় না, দায়িত্বশীলতা অথবা যোগাযোগের অভাবের কারণে এই ঘটনা ঘটে।
21কেবল মাত্র কারেনদের উপর এই সমস্ত আক্রমণ চালানো হয় না, বার্মার বেশির ভাগ সংখ্যালঘু সম্প্রদায় একই ধরনের সমস্যাকে মোকাবেলা করে। কারণ, দেশটির সামরিক বাহিনী বিভিন্ন বিদ্রোহী দলগুলোকে দমন করার জন্য তাদের উপর হামলা চালিয়ে থাকে:政府军若无法击退叛军,也会让当地一片混乱,长期从远距离炮轰农地、村落及市集,时常射杀村民,也会堵住交通干道,政府将当地居民直接列为叛乱份子,而不视为国民,故无法获任何官方服务。
22যদি একবার সেখানকার বিদ্রোহীদের অবস্থা দুর্বল হয়ে পড়ে, তাহলে বার্মার সামরিক বাহিনী সেখানে এসে হাজির হয় এবং জোর করে গ্রামবাসীদের নতুন স্থানে গিয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসতি গড়তে বাধ্য করে।
23সেখানে তাদের যাতায়াতের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হয় এবং প্রায়শই তাদের বিনা পয়সায় জোর করে স্বেচ্ছাশ্রমে বাধ্য করা হয়।
24এদিকে যদি বিদ্রোহীদের শক্তির কারণে যে সমস্ত এলাকা দখল করা সম্ভব হয় না, সে সমস্ত এলাকাগুলোয় সব সময় বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখা হয়।
25নিয়মিত ভাবে সেখানকার ক্ষেত, বসতি এবং বাজারের উপর দুর পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। সেখানে নিয়মিত গ্রামবাসীর উপর গোলাবর্ষণ করা এবং প্রধান ভ্রমণপথ গুলো বন্ধ করে দেওয়া হয়।有些人正努力散播这些故事,Worldwide Impact Now这个组织收集这些故事,并训练克伦族人,让他们能更有效率地传达这些声音,训练内容包括基础新闻专业、使用摄影机、剪辑及倡议策略:
26এই সমস্ত এলাকার বাসিন্দাদের প্রায়শই বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হয়। তাদের নাগরিক হিসেবে নিবন্ধন করা হয় না এবং তারা সরকারি কোন সুবিধা পায় না।这个组织与当地民众合作,一同规划出记录计划,从冲突源起到藏匿生活,我们将权力交给这些社区,让他们掌握国际人权机制知识,为联合国收集事件细节。
27এই সমস্ত ঘটনা যাতে প্রচারিত হয় তার জন্য কিছু চেষ্টা করা হয়েছে: এখানে এই ভিডিওর কিছু অংশ সংগ্রহ করেছে ওয়ার্ল্ডওয়াইড ইমপ্যাক্ট নাও, ওরফে উইন নামের প্রতিষ্ঠান।
28এটি এমন একটি সংস্থা, যারা কারেন সম্প্রদায়ের লোকেরা যাতে তারা আরো দক্ষতার সাথে তাদের ঘটনাগুলো সম্বন্ধে রিপোর্ট করতে পারে, সে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
29তাদের প্রশিক্ষণের মধ্যে রয়েছে সাংবাদিকতা, ক্যামেরা চালানো, ভিডিও এডিটিং এবং নিজেদের স্বপক্ষে কথা বলার জন্য পরিকল্পনা তৈরি করা:
30উইন এই এলাকায় লোকদের নিয়ে কাজ করেছে।校对:Soup
31তাদের লক্ষ্য সেখান এক বিশেষ চিত্রগ্রহণ পরিকল্পনার উন্নয়ন করা, যাতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ফলে সেখানকার জনগনের লুকিয়ে থাকা জীবনের বিস্তারিত তথ্য ধারণা করা যায়।
32এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সৃষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জাতি সংঘের জন্য বিস্তারিত ঘটনাবলি সংগ্রহের জন্য, আমরা অসংখ্য সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি ।