# | ben | zhs |
---|
1 | গুর্খা: বৈষম্যের দীর্ঘ ইতিহাস | 踞喀兵,英国与尼泊尔的历史产物 |
2 | রিমেমব্রেন্স ডে প্যারেডে গুর্খা সৈন্যরা। | 在纪念日游行的踞喀兵,照片来自Flickr用户Rodderz |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী রডার্জের সৌজন্যে। গুর্খা হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করা নেপালী তরুণ যারা রানী আর যুক্তরাজ্যকে প্রায় দুই দশক ধরে সেবা দিয়েছে। | 「踞喀兵」(Gurkha)是指加入英国军队的尼泊尔年轻男性,为英国及女王服务已近200年,但对他们的贡献与牺牲,英国政府却无相对的记载。 |
4 | দূর্ভাগ্যবশত: ব্রিটিশ সরকার তাদের কাজ আর আত্মদানের স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছে। | |
5 | গত সপ্তাহে, ব্রিটিশ প্রেস আর ব্লগের জগৎ মুখর ছিল নতুন এক সরকারী প্রস্তাবনার ব্যাপারে যা গুর্খা ব্রিগেডের যোদ্ধাদের প্রতি বিরুপ। | |
6 | আনা রেকুন প্রস্তাবনার কথা লিখেছেন: | 英国媒体与博客圈上周都在讨论,政府新提案是否歧视踞喀兵军团的退伍军人,Anna Raccoon提到: |
7 | “৫ জন এমপি, যারা আইআরএর রাজনৈতিক শাখার প্রতিনিধিত্ব করেন; যারা তাদের সংসদের আসন এখনও গ্রহন করেননি কিন্তু দ্বিতীয় বাড়ির জন্য ৫ লাখ পাউন্ড দাবী করেছেন। এটা কষ্টকর যে একই সাথে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ‘সামর্থ নেই' প্রায় ১৫০০ জন গুর্খাকে, যারা ব্রিটিশ সেনার পক্ষে প্রায় সকল মূল যুদ্ধে লড়েছেন; প্রথম আফগান যুদ্ধ থেকে বসনিয়া, ফল্কল্যান্ড আর সাম্প্রতিক ইরাক, তাদের আমরা যুক্তরাজ্যে থাকতে দিতে পারব না | 我得知有五位代表北爱尔兰共和军(IRA)的国会议员,还没有就任前,就已经花费50万英镑购置第二间房屋,却同时告诉我 们,政 府无力负担1500名踞喀兵居住在英国,这些军人代表英军,从阿富汗、波士尼亚、福克兰群岛到近期的伊拉克无役不与,相较于此,我们却能付钱让这些北爱 「前军人」议员移居到伦敦,附上28寸三星电视、Sony剧院音响环绕系统,光是房租每月就要5400英镑! |
8 | । কিন্তু আমরা আইআরএর প্রাক্তন যোদ্ধাদের লন্ডনে একটি একটি বাড়ী দিয়ে ‘পুনর্বাসিত' করতে পারি, একেবারে ‘স্যামসন' ২৮ ইঞ্চি ওয়াইডস্ক্রীন টেলিভিশন, আর সনি ডিভিডি সারাউন্ড সিস্টেম সিনেমা সহ মাসে ৫৪০০ পাউন্ড দিয়ে! | |
9 | সত্যি, গুর্খারা আজ সকালে ভাবতে পারেন যে তারা কি ভুল সেনাদের দিকে তাদের বন্দুক তাক করেছিলেন? গর্ডন ব্রাউন ‘মিথ্যা আর কল্পনার চাদর' ব্যবহার করেছেন এই দাবি করতে যে ব্রিটেনে গুর্খাদের থাকতে দিতে করদাতাদের অতিরিক্ত ১. | 这些踞喀兵今天早上一定在想,枪口是否瞄准方向错误,首相布朗(Gordon Brown)引用「虚构及幻想情节」,宣称若让踞喀兵居住在英国,要花费14亿英镑的纳税钱。 |
10 | ৪ বিলিয়ন মূল্য দিতে হবে।” সাংহাই থেকে পল ফ্রেঞ্চ গুর্খাদের প্রতি ব্রিটিশ সরকারের আচরনে বিরক্ত। | 中国上海的Paul French「觉得英国政府对待踞喀兵的态度令人作恶」,他也支持女演员Joanna Lumley声援踞喀兵的行动: |
11 | তিনি অভিনেত্রী জোয়ানা লুমলের গুর্খাদের জন্য প্রচার কাজের প্রতি সমর্থন জানান: “বর্তমানে গুর্খাদের সমর্থনে একটি প্রচারাভিযান চলছে যা গুর্খাদের আরো সাহায্য আর সমান অধিকার নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য সরকারকে চাপ দিচ্ছে। | 名为「踞喀正义」的活动正在进行,既支持踞喀兵,也向英国政府施压,要求他们给予踞喀兵更多协助与平等待遇,这项行动已吸 引大量 目光,也获得广泛支持,自由民主党籍议员于2009年4月29日在下议院提案,主张所有踞喀兵应获得与英国居民相同权利,最后政府提案以246票对267 票闯关失败,这是政府自1978年以来首度提案失败。 |
12 | একে গুর্খা ন্যায় বলা হচ্ছে যা মানুষের কল্পনাকে জাগাতে পেরেছে আর ব্যাপক সমর্থন পেয়েছে। | 下议院投票结果不具法律效力,但已经让政府相当丢脸,而移民部长Phil Woolas却还在支吾其词地说谎。( |
13 | গত ২৯ এপ্রিল লিবারেল ডেমোক্রাটরা হাউস অফ কমন্সে একটা মোশন উত্থাপন করায় যে সকল গুর্খা যুক্তরাজ্যে থাকার সমান অধিকার পাবে । এর ফলে সরকার ২৬৭ আর ২৪৬ ভোটে হেরে যায় | 我还记得大学时期,这位部长还是全国学生联盟主席,当时就是个自我中心的野心家,只想着要往上爬,显然这些年来都没 改变。) |
14 | । এটি সরকারের জন্য ১৯৭৮ সালের পরে প্রথম মোশন পরাজয় । কমন্সের ভোট বাধ্যতামুলক না, কিন্তু এটা সরকারের জন্য একটা লজ্জা | 除了踞喀兵能否移居英国及享有退休金保障成为话题,也有人提到种族主义,Brendan O'Neill在Spiked指出: |
15 | । তবুও ইমিগ্রেশন মন্ত্রী ফিল উলাস (আর আমার অভিজ্ঞতায় একজন খারাপ ব্যক্তিকেন্দ্রিক পেশাজীবি - আমার কলেজের সময়ে সে জাতীয় ছাত্র ইউনিয়নের প্রধান ছিল- একজন খুবই খাপ পিচ্ছিল লোক যে অবশ্যই এক বিন্দু পাল্টায়নি) অসত্য আর মিথ্যা তর্ক করে যাচ্ছেন।” | |
16 | যেমন গুর্খাদের ব্রিটেনে স্থায়ী হওয়া আর সঠিক পেনশন পাওয়ার ব্যাপারটা আলোচনার কেন্দ্রবিন্দুতে, জাতি আর জাতিগত ব্যাপারটাও উত্থাপিত হচ্ছে। স্পাইকড এ ব্রেন্ডান ও'নিল লিখেছেন: | 踞喀兵总获次等对待,虽然忠诚,英国仍把他们视为另一个种族,认为他们比英军白人领袖愚笨,但又比尼泊尔、缅甸及印度国内那些东方佬稍稍值得信任,踞喀兵向来是政府内不平等的象征,这个单位就是基于英国种族主义存在。 |
17 | গুর্খাদেরকে সব সময়ে দ্বিতীয় শ্রেণী হিসাবে গন্য করা হয়েছে, বিশ্বস্ত কিন্তু অদ্ভুত, আলাদা একটা জাতি, ব্রিটিশ সেনাবাহিনীর সাদা নেতাদের থেকে কম বুদ্ধিমান কিন্তু নেপাল, ভারত আর বার্মার প্রতিদিনের লোকের থেকে বেশী বিশ্বাসী। | |
18 | আসলে, দীর্ঘদিন ধরে গুর্খারা অসামঞ্জস্যের প্রাতিষ্ঠানিক প্রকাশ হিসাবে আছে: তাদেরকে তৈরি আর লালন করা হয়েছিল, ব্রিটিশ শিষ্টতা দ্বারা না বরং ব্রিটিশ জাতিগত চিন্তা দ্বারা। | |
19 | কিন্তু সবাই গুর্খাদের সমর্থন করছে না। নিউ স্টেটসম্যানে পিটার উইলবি বলেছেন যে “গুর্খারা ভাড়াটে সৈনিক” আর: | 不过也非所有人都支持踞喀兵,Peter Wilby在New Statesman认为「踞喀兵即佣兵」: |
20 | “ তারা ‘ব্রিটেন আর মহামান্য রাণীর প্রতি ভালোবাসার' জন্য লড়ে না (এই শব্দ ব্যবহার তাদের সমর্থকরা পছন্দ করে), যেমন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভাড়াটেরা খেলে, ধরুন লিশেস্টারশায়ার এর জন্যে, দেশের স্থায়ী শিয়াল-শিকারিদের জন্য আর গ্রামাঞ্চলের জন্য ভালোবাসার কারনে। দুই শতাব্দী আগে যখন ব্রিটিশ সেনা নেপাল আক্রমন করেছিল তখন গুর্খা রেজিমেন্ট গঠন করা হয়। | 踞喀兵并不像支持者所言,是为「对英国及女王的爱而战」,就像南非板球佣兵进入列斯特队,也不是为了对英国民众的爱,踞喀 兵成立 于200年前,当时英军入侵尼泊尔,发现当地有许多可用之兵,故花钱让他们加入军队,1947年的协议载明,踞喀兵若加入英军(许多人今日改加入印度军 队),「必须以尼泊尔公民身分从军、服务与退休」,他们的薪资确实不如出生自英国的士兵(显然对国防部很有吸引力),但就当地标准已经很高。 |
21 | এই সৈনিকদের নিয়ন্ত্রণে অসুবিধা দেখায় তাদেরকে অর্থ দেয়া হয় ব্রিটিশ সেনাতে যোগ দেয়ার জন্য। | |
22 | ১৯৪৭ সালের একটি চুক্তি বলেছে যে একজন গুর্খা সৈনিক যদি ব্রিটিশ সেনাতে যোগ দেন (অনেকে নতুন তৈরি ভারতের সেনাতে এর পরিবর্তে যোগদান করেন), “তাহলে তাকে অবশ্যই নেপালি নাগরিক হিসাবে চাকরিতে নেয়া হবে… নেপালি নাগরিক হিসাবে চাকরি করতে হবে আর নেপালি নাগরিক হিসাবে পুনর্বাসিত হবেন।” | |
23 | তাদেরকে যুক্তরাজ্যে জন্মানো সেনাদের থেকে কম বেতন দেয়া হতো- প্রতিরক্ষা মন্ত্রালয়ের একটা স্পষ্ট আকর্ষণ তাদের প্রতি- কিন্তু নেপালের স্থানীয় মান অনুসারে সেই টাকা যথেষ্ট ছিল।” | |
24 | কয়েকজন ব্রিটিশ নাগরিক গুর্খা বিষয়ে তাদের মতামত ইউটিউবের মাধ্যমে জানাচ্ছেন। | 有些英国民众也在YouTube上表达对踞喀兵的看法,以下为部分支持者的心声: |
25 | এখানে কয়েকজন গুর্খাদের সমর্থন করছেন: | 校对:Soup |