Sentence alignment for gv-ben-20090722-4334.xml (html) - gv-zhs-20090715-3216.xml (html)

#benzhs
1আর্মেনিয়া: তরুণ কর্মী আটক亚美尼亚:青年运动人士被拘留
2তরুণ কর্মী ভাংচুরের অভিযোগে আজারবাইজানে যখন বিচারের সম্মুখীন হচ্ছেন যেখানে চাক্ষুস সাক্ষীরা বলে যাচ্ছেন যে তারা আসলে আক্রমণের শিকার ছিলেন, সেখানে চিন্তার উদ্রেক হচ্ছে যে তরুণ কর্মীদের উপর নীপিড়ন অত্র অঞ্চলের একনায়কতন্ত্রের কার্য ধারায় পরিণত হচ্ছে।尽管目击者供称,他们是受害者而非攻击者,在阿塞拜疆的青年运动人士仍以流氓罪名被审判。 需关注的是,锁定年轻人已变成该地区独裁政权的一贯手法。
3এটি বিশেষভাবে আর্মেনিয়ার একই ধরনের একটি ঘটনার ক্ষেত্রে সত্যি যেখানে জুলাই এর প্রথম দিকে একটা রাজনৈতিক র‌্যালীর প্রচারণার লিফলেট বিতরনের সময়ে বিরোধী তরুণ মুভমেন্ট হিমা!不同的国家,一样的故事:年轻的行动主义者们被殴打、拘留、控以暴力罪名,而暴徒却逍遥法外 在亚美尼亚曾发生这样一个类似的案件,几名Hima!(
4(এখন!) এর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছিলেন।现在!)
5রিপোর্টে জানা গিয়েছিল যে এদের কেউ কেউ পুলিশের পিস্তলের বাটের মার খেয়েছিলেন।的青年运动成员7月初在一个政治集会发传单广告而受伤。 报导说,其中一些人被警察的手枪敲打。
6একজন কর্মীকে ভাংচুরের অভিযোগে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদী ব্লগ যেমন ফ্রি আর্মেনিয়া তাকে সব থেকে ‘কনিষ্ঠ রাজনৈতিক বন্দী' হিসাবে ভাবতে বলেছে।一些反对派博客如Free Armenia,将一名因「流氓罪」被拘留的青年视为在该国「最年轻的政治犯」。
7তরুণ প্রতিবাদী কর্মী তিগ্রান আরাকেলিয়ান ভাংচুরের মিথ্যা অভিযোগে গত ৫ই জুলাই ২০০৯ এ গ্রেপ্তার হন আর্মেনিয়ার পুলিশ দ্বারা।反对运动人士Tigran Arakelyan于2009年7月5日被亚美尼亚警察以不实的「流氓罪」指控逮捕。
8পহেলা জুলাই ২০০৯ এ প্রায় ১৫ জন পুলিশ সাদা পোশাকে প্রায় ৩০ জন তরুণ বিরোধী কর্মীর তাদের উপরে বন্দুক নিয়ে হামলা করেন, যারা ইয়েরিভানে ২রা জুলাই ২০০৯ এ বিরোধীদলীয় র‌্যালী সম্পর্কে প্রচারের লিফলেট বিতরন করছিলেন।2009年7月1日,约15名便衣警察以枪袭击约30名散发传单的年 轻反对运动人士,传单内容为通知2009年7月2日在埃里温(Yerevan)即将举行反对派集会。 其中有三人受重伤被送往Surb Grigor Lusavorich医院。
9৩ জন গুরুতরভাবে প্রহৃত হন আর সার্ব গ্রিগোর লুসাভোরিচ হাসপাতালে তাদেরকে নেয়া হয়।现在,他们编造了流氓行为的刑事案件,并逮捕了一名年轻的运动人士。
10আর একজন বিরোধী ব্লগার নাজারিয়ান এই বিষয়ে মন্তব্য করেছেন।另一个亲反对派的博客Nazarian,就该案件下了评论。
11ব্লগে আরাকেলিয়ানের একটা ছবি পোস্ট করা হয়েছে, দেখানোর জন্যে যে সে বামণাকৃতির আর অভিযোগ করেছেন যে যাদেরকে আক্রমণের অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে তারা আসলে গোপন এজেন্ট।该博客张贴Arakelyan的照片,注明他的小身型,并声称,那些年轻的运动人士被指控攻击密探。
12ভাংচুরকারীদের দল দেখা গেল, কেজিবির লোক সাধারন পোশাকে।所谓流氓集团,现在看来,是便衣的KGB(苏联国家安全委员会)。
13গতকাল পিস্তল দিয়ে মারা একজন তিগ্রান আরাকেলিয়ানকে বন্দী করা হয়- তাকে ডাকা হয় ওই ঘটনার সাক্ষী হিসাবে কিন্তু পরে গ্রেপ্তার করা হয়।昨天被手枪打伤住院人士之一Tigran Arakelian被监禁,他以证人身分被传唤,但随后被警方拘捕。
14তার বিরুদ্ধে অভিযোগ: -তিনজন পুলিশের উপরে হামলা -তাদেরকে মারা, এবং; পুলিশ যখন তার কাছ থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিল, তখন তার বিরুদ্ধে অভিযোগ: -তাদেরকে তাড়া করা এবং; -তাদেরকে আবার মারা।他被指控: -攻击3名警察, -殴打他们,并; -当警察试图逃跑躲避他,他被指控: -追逐他们和; -再次殴打他们。
15এক মুহূর্তের জন্য মনে হতে পারে জনাব আরাকেলিয়ান একজন হিংস্র পশু কিন্তু উপরের চিত্র দেখায় যে একজন সাধারন মেন্ট (আর্মেনিয়ার পুলিশ) যে যায়গা দখল করে সেস্থানে দুইজন আরাকেলিয়ানকে রাখতে হবে।第一时间上,人们或许以为Arakelian先生是一个残酷的家伙,但上面照片显示,平均一个亚美尼亚警方的身型相当于两个Arakelians先生。 所以,我们多了一个政治犯。
16তাহলে আমরা আর একজন রাজনৈতিক বন্দী পেলাম।Hima!
17হিমা ব্লগ জানিয়েছে যে আরাকেলিয়ান তখন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছেন আর বিরোধী সাংসদীয় জোটের অন্যতম রাজনৈতিক দলের চেয়ারপার্সন তার সাথে যোগ দিয়েছেন।博客报告:Arakelyan进行绝食,而议会之外反对联盟的主要政党主席已经加入了他的行动。 判决尚未通过,而运动人士待最后判决前已被拘留两个月。
18শাস্তি এখনো দেয়া হয়নি আর এই কর্মীকে দুই মাস ধরে বন্দী রাখা হয়েছে বিচার না করে।Facebook上还设立了支持Arakelyan的网页。
19আরাকেলিয়ানের সমর্থনে একটা ফেসবুক পাতা চালু করা হয়েছে।校对:Soup