# | ben | zhs |
---|
1 | লিবিয়াঃ বিপ্লব যখন ত্রিপলির সন্নিকটে তখন সেখানে উদ্বেগ এবং আশার সঞ্চার হয়েছে | |
2 | এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ বিষয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 利比亚:人民的期望与担忧 |
3 | যখন লিবিয়ার বিপ্লব রাজধানী ত্রিপলির দিকে ধেয়ে আসছে, তার প্রেক্ষাপটে লিবীয় নাগরিকরা টুইটারে আশা এবং উদ্বেগ দুই প্রদর্শন করেছে। | |
4 | এই বিষয়ে আজ রাতে টুইটারে যে সমস্ত আলোচনা হয় তার কিছু অংশ এখানে তুলে ধরা হল। | 当利比亚革命人士逐渐逼近首都的黎波里时,人民在推特上表述他们的担忧和期望,这里是今晚推特上的部份谈话。 |
5 | ঘাজি ঘেবলাউয়ি টুইট করেছে: | Gheblawi说道: |
6 | @ঘেবলাউয়ি: #ত্রিপলির পতনের সময় যে মহাবিপর্যয় দেখা দেবে তা আমি অস্বীকার করতে পারছি না, এটা আমার স্নায়ুর এবং মনের উপর চাপ তৈরি করছে, আসুন আমরা আশাবাদ প্রদর্শন করি এবং কামনা করি যেন এর দ্রুত পরিসমাপ্তি ঘটে। | |
7 | বেনাগাজিতে ফ্রি লিবিয়ান আর্মির প্রশিক্ষণ ক্যাম্পে স্বেচ্ছাসেবী যোদ্ধারা কি ভাবে অস্র চালাতে হয় তার প্রশিক্ষণ নিচ্ছে। | @Gheblawi:我无法驳斥某些人的末日论,因为#的黎波里让我心烦意乱。 |
8 | ছবি টোমাসজ গ্রাজবি-এর, কপিরাইট ডেমোটিক্সের। | 让我们保持乐观并期望一切尽早结束。 |
9 | (২৭/০৪/২০১১). এর আগের এক টুইটে, সে উল্লেখ করেছে: | 志愿者在班加西利比亚解放军训练营学习如何使用武器。 |
10 | @ঘেবলাউয়ি: # ত্রিপলিতে অবস্থান করতে থাকা আমার পরিবার সদস্যদের সাথে কয়ক মিনিট আগে কথা বলেছি। তাদের এলাকায় বিদ্যুৎ নেই, গত রাত থেকে মাঝে মাঝে তা যাচ্ছে এবং আসছে, আমার পিতা নির্ভীক একজন মানুষ। | 图像来自Tomasz Grzyb,版权属Demotix所有(2011年4月27日) |
11 | মনোবল দৃঢ়। # লিবিয়া | 他之前在推特提到: |
12 | চেঞ্জইনলিবিয়া এর সাথে যোগ করেছে: @ চেঞ্জইনলিবিয়া: @ঘেবলাউয়ি, এখনেও একই ঘটনা ঘটছে, এর আগে আমি আমার মায়ের সাথে কথা বললাম এবং ত্রিপলিতে আটকে যাওয়া আমাদের পরিবারের জন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন। | @Gheblawi:数分钟前和#的黎波里的家人通话,他们的地区自从昨夜电力时有时无,父亲毫不屈服,精神高昂#利比亚 |
13 | রাব্বি এস্তার (স্রষ্টা তাদের প্রতি যেন করুণা করে)। | ChangeInLibya补充说: |
14 | এবং আর্মচেয়ার আরব এতে সাড়া দিয়েছেন: @ আর্মচেয়ারআরব: @ঘেবলাউয়ি @চেঞ্জইনলিবিয়া, আমার পরিবারের বেশিরভাগ সদস্য ত্রিপলিতে বাস করে। | @ChangeInLibya:@Gheblawi这里也是一样,我先前和我母亲通话,她相当担心我们的家人困在的黎波里. |
15 | আমি প্রতি রাতে তাদের ফোন করি। মনে হচ্ছে তাদের মনোবল এখন অনেক দৃঢ়। | .rabbi yester(愿主保佑) |
16 | লিবিয়া ইউনাইটেড আশাবাদের সাথে এই আলোচনায় যোগ দিয়েছে। | Armchair Arab回应: |
17 | @ লিবিয়া_ইউনাইটেড: @ চেঞ্জইনলিবিয়া @ঘেবলাউয়ি, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ ত্রিপলি ত্যাগ করেনি। | @ArmchairArab:@Gheblawi @ChangeInLibya我多数的家人也在的黎波里,我每晚都有打电话给他们,他们似乎精神高昂。 |
18 | মনে সাহস রাখুন বন্ধুরা। | Libya United以乐观的态度加入谈话。 |
19 | এই ধরনের পরিস্থিতিতে বিশৃঙ্খলা অনিবার্য, কিন্তু আমি নিশ্চিত যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দ্রুত সমাপ্তি ঘটবে। | @Libya_United:@ChangeInLibya @Gheblawi我的亲人没有一个离开的黎波里。 |
20 | নাদিয়া ম্যাডডক্স একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছে। | 朋友们要保持乐观,混局是无可避免的,但我相信这很快就会结束了。 |
21 | সে টুইট করেছে। @নাদিয়াম্যাডডক্স: @ফর্মুলদজোয়ান্না @ঘেবলাউয়ি। | Nadia Maddox抱着类似的希望,她说道: |
22 | আমার বাবামা এবং ঘনিষ্ঠ আত্মীয়া ত্রিপলিতে রয়েছে। আশা করি এই ঘটনা দ্রুত ঘটবে এবং এই ঘটনা তেমন ভয়াবহ রূপ ধারণ করবে না। | @NadiaMaddox:@FromJoanne @Gheblawi我的父母和其他亲人也在的黎波里 希望它尽早结束而并不会太残暴。 |
23 | এদিকে, নুসাইবা প্রচণ্ড উদ্বিগ্ন. সে টুইট করেছে: | 同时,Nusaiba的表述较为焦虑,她说道: |
24 | @কিদিয়াতানা আলহুউরিয়া (আরবী: আমাদের কারণে, আমাদের স্বাধীনতা ): #ওর্স্টফিলিংস, #ত্রিপলিতে আমাদের পরিবার এবং বন্ধুদের জীবনে কি ঘটছে তা জানার কোন উপায় বের করতে পারছি না এবং সেখানে গিয়ে হাজির হবার উপায় নেই # ত্রিপলি #তাজউরা | |
25 | এদিকে মরিয়াম আদাররাত উত্তেজিত: @উমমুস্তাফা৭৮: @ঘেবলাউয়ি @চেঞ্জলিবিয়া। | @QdiyatnaAlhuria(我们的目的是为了我们的自由):#最遭的感受就是无法得知你家人朋友的情况会怎么样,而且无法就近照应。 |
26 | গাদ্দাফি সব সময় চুড়ান্ত মুহূর্তে আলোচনা করে। | #的黎波里 #Tajoura |
27 | আমি আশা করব যে সে ত্রিপলি গেটে তার শেষ পদক্ষেপ রাখব। #এফএফ। | 但Mariam Addarrat相当振奋鼓舞: |
28 | এবংলিবিয়া টিভি উপসংহার টেনেছে: @লিবিয়াটিভি: @ঘেবলাউয়ি, এটা অনিশ্চিত, কিন্তু গাদ্দাফি আর বেশিদিন ত্রিপলিতে থাকতে পারবে না। | @Ummustafa78:@Gheblawi @ChangeInLibya 格达费(Muammar Gaddafi)向来都是到最后一刻才谈判,我希望自由斗士来到的黎波里的城门时他会离开。 |
29 | গাদ্দাফি আর বেশী দিন লিবিয়াতে থাকতে পারবে না। | 最后Libya TV总结: |
30 | এটাই হচ্ছে ইতিবাচক বিষয়!! এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ বিষয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ । | @libyatv:@Gheblawi 这只是对局势的不确定性所造成的,但格达费将不会在的黎波里,他将不再逗留于利比亚,当然这是必然的事! |