Sentence alignment for gv-ben-20101225-14192.xml (html) - gv-zhs-20110101-7130.xml (html)

#benzhs
1তিউনিশিয়া: বেকার এক যুবকের আত্মহত্যার প্রচেষ্টা দাঙ্গার সূত্রপাত করেছে突尼西亚:失业男子自杀引发暴动
2বেকারত্বের প্রতিবাদে এক তিউনিশীয় নাগরিক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।突尼西亚一名男子为抗议失业而引火自焚,引发一连串暴动,社群网站亦涌现大批支持声浪。
3এই ঘটনা বেশ কিছু দাঙ্গার সৃষ্টি করেছে এবং সামাজিক প্রচার মাধ্যমে এই ঘটনায় সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং এর প্রতি সমর্থন প্রকাশ করেছে।
4তিউনিশিয়ার দক্ষিণের শহর সিদি বোউজিদের ২৬ বছর বয়স্ক নাগরিক মোহামেদ বোয়াজিজির ভাগ্যে সর্বশেষ কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
5তিউনিশিয়ার নেট নাগরিকরা, যথেষ্ট কর্মস্থানের অভাব, দুর্নীতি এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অভিযোগ করার জন্য এই ঘটনাকে বেছে নিয়েছে।
6ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার ও ব্লগে মোহামেদ এর সাথে সহমর্মিতা প্রকাশ করে। মোহামেদ বোয়াজিজি কয়েক বছর আগে মাহদিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।这名男子名叫Mohamed Bouazizi,现年26岁,来自突尼西亚南部Sidi Bouzid,他至今生死未卜,網絡民众藉由此次事件,抱怨工作机会难找、社会贪腐、人权情况恶化。
7কিন্তু তিনি কোন চাকুরী পাননি।
8পারিবারের একমাত্র রুটি রোজীর যোগান দাতা হিসেবে তিনি জীবন যাত্রা নির্বাহের জন্য অর্থ উপার্জনের সিদ্ধান্ত নেন এবং পরিবারের সাহায্যে তিনি রাস্তার পাশের এক ছোট্ট দোকানে ফল এবং সব্জী বিক্রি করা শুরু করেন। তার এই ব্যবসা থেকে খুব সামান্যই অর্থ আসত, তবে তা পারিবারিক মর্যাদা প্রদানের জন্য যথেষ্ট ছিল।从Facebook、Twitter到博客,人们在網絡上声援Mohamed,他几年前自Mahdia大学毕业后,却始终找不到工作,身为 家中唯一经济来源,他决心努力谋生,在家人协助下,在路边摆摊贩卖蔬果,虽然所得不丰,但至少能维持家人尊严,不过市府官员四处查缉,曾多次没收他的摊 子,他曾向官员解释,一切并非自愿,只是为了谋生,可是每次仍遭到没收、受人污辱,还被要求离开市政府财产范围。
9কিন্তু বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা বেশ কয়েকবার তার পণ্য জব্দ করে নেয়।最后一次遭没收后,Mohamed觉得人 生了无希望,决定一去不回头,在身上洒满汽油后点火自焚。
10তিনি কর্তৃপক্ষকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেন যে, তিনি ইচ্ছা করে এই কাজ করছেন না, বরঞ্চ বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে এই কাজ করছেন। তবে তারপরেও প্রতিবারই তার পণ্য জব্দ করে নেওয়া হয়েছিল, এছাড়াও তাকে অপমান করা হয় এবং পৌরসভার এলাকা থেকে সরে যেতে বলা হয়।Facebook网站上出现多个群组,一致抨击事发情形,例如Mr President, Tunisians are Setting Themselves on Fire成立后24小时之内,便吸引2500名成员,目前人数也已破万,政府也对網絡祭出铁腕,在24小时内便封锁该群组。
11শেষবার যখন এই একই ঘটনা ঘটে, তখন মোহামেদ তার সব আশা হারিয়ে ফেলে এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।以下是两张萤幕截图,突尼西亚民众若想进入这个群组,就会看到第二张画面: .
12এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জনাব রাষ্ট্রপতি তিউনিশিয়ার নাগরিকরা নিজেদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে (আরবী ভাষায়), এ রকম একটি গ্রুপ।有些博客描述事件经过后,也表达自身怒气,Boukachen用突尼西亚方言撰文题为“Sidi Bouzid大屠杀事件”:
13তৈরি করার ২৪ ঘন্টার মধ্যে এই গ্রুপটি ২৫০০ জন সদস্যের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় এবং আজ পর্যন্ত তা ১০,০০০ জন সমর্থক লাভ করেছে। এবং ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ এটিকে নিষিদ্ধ করে, যারা তাদের লৌহ মুষ্টি দিয়ে নাগরিকদের ইন্টারনেটে প্রবেশকে দমন করে রাখে।此类事件并非首见,这种可怕情况多年来在偏远地区不断上演,背后原因包括整体氛围、社会边缘化、政府彻底冷漠等,但问题还不只如此,堕落的媒体完全不报导此事。
14এখানে দুটি স্ক্রিন ইমেজ বা ছবি রয়েছে, দ্বিতীয়টি প্রদর্শন করছে যে, যখন তিউনিশিয়ার নাগরিকরা এই সাইটে প্রবেশ এবং তথ্য উদ্ধারের চেষ্টা করছে, তখন তারা আসলে কি দেখে: .
15কয়েকজন ব্লগার এখানে কি ঘটেছে সে সম্বন্ধে লিখেছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করেছে।Tunisian Girl指出:
16তিউনিশিয়া আঞ্চলিক ভাষায় বোউকাচেন এর লেখা পোস্টের শিরোনাম, সিদি বোউজিদ-এর গণহত্যা: এখানে যা ঘটেছে তা নতুন কিছু নয়।突尼西亚政府别无他法,只能封锁散播讯息的网站,也封锁Sidi Bouzid地区道路,避免人们在街头抗争表达愤怒。
17অনেক দুর্গম এলাকায় এই অবর্ণনীয় পরিস্থতি অনেক বছর ধরে চলে আসছে।怒火也不断在Twitter网站延烧,#sidibouzid在奈及利亚民众之间相当热门。
18এটা এই সমস্ত এলাকার জলবায়ু জনিত শর্তাবলি এবং প্রান্তিকীকরণের ফল, যা এক উদাসীনতার কারণে (কর্তৃপক্ষের) ঘটেছে।
19কিন্তু এখানে এই সব ঘটনার কখনোই পরিসমাপ্তি ঘটবে না, কারণ অবদমিত প্রচার মাধ্যম এই ঘটনার কোন সংবাদই প্রকাশ করেনি।
20তিউনিশিয়ান গার্ল এর সাথে যোগ করেছে:校对:Soup
21তিউনিশীয় সরকার এই সমস্যার অন্য কোন ভাবে সমাধান করতে না পেরে, কিন্তু এই কাহিনী যেন সব জায়গায় ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং সিদি বোউজিদ শহরে প্রবেশের উপর প্রতিবন্ধকতা তৈরি করেছে, যেখানে লোকজন রাস্তায় নেমে তাদের ক্ষোভ প্রকাশ করছে।
22টুইটারে, এই বিষযে আলাপ চলছে, #সিদিবোউজিদ হ্যাশট্যাগের মাধ্যমে তা তিউনিশীয় ব্যবহারকারীদের কাছে এক ধারায় পরিণত হয়েছে।