Sentence alignment for gv-ben-20100801-12077.xml (html) - gv-zhs-20100729-5746.xml (html)

#benzhs
1ভেনেজুয়েলা আর কলম্বিয়া: অনলাইন রাজনৈতিক কার্টুন শো সাম্প্রতিক বিষয়গুলোর হাস্যরসাত্মক সমালোচনা করছে委内瑞拉/哥伦比亚:以网络幽默看待时事
2রাষ্ট্রপতির দ্বীপ总统岛
3কিছু হাস্যরসাত্মক অনলাইন রাজনৈতিক কার্টুন শো ভেনেজুয়েলা আর কলম্বিয়ার নেট নাগরিকদের আনন্দ দিচ্ছে যারা অনলাইনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাচ্ছে।
4ইন্টারনটিসমো ক্রনিকো কলম্বিয়ার আর পারোডিয়ারিও টিভি ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করে আসছে।哥伦比亚与委内瑞拉民众平常会上网,透过网络动画节目,寻求看待时事的另一种观点,幽默政治卡通于是成为另一种出口。
5চিগুইরে বাইপোলার তার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারনটিসমোর রাজনৈতিক বিষয় নিয়ে আলাদা কোন অনুষ্ঠান নেই তবে এটি সাম্প্রতিক ঘটনা অনুসারে বিভিন্ন চরিত্রকে (কার্টুনের মাধ্যমে) তুলে ধরে।哥伦比亚Internautismo Crónico和Parodiario TV都提供时事评论,委内瑞拉Chigüire Bipolar则自称建立在「总统岛」上,Internautism并无政治专题,只是将角色置入不同情况中;Parodiario.tv则制作名为「小暴君」的网络节目,呈现一左一右两种不同的暴政,也有两个不同人物。
6পারাডরিও. টিভি তার নিজস্ব ওয়েব শো লিটল টাইরেন্ট (ছোট স্বৈরাচার) এর মাধ্যমে বেশ নাম করেছে।委内瑞拉的「总统岛」则仿照电视剧集「LOST」,安排拉丁美洲各国总统与西班牙国王身处在荒岛上。
7এটি স্বৈরাচারের দুই দিক দেখায়, একটি ডান পক্ষ এবং একটি বাম পক্ষ যাদের একজন করে গ্রীন পার্টি এবং বাম দলের রাজনৈতিক নেতার চরিত্র আছে।
8ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড জনপ্রিয় (আমেরিকান) টেলিভিশন সিরিজ লস্ট এর আদলে তৈরি এবং বিভিন্ন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপতি এবং স্প্যানিশ রাজাদের চরিত্র হিসেবে দেখায় যারা একটি জনমানবহীন দ্বীপে এসে পরে।
9এই পোস্টের নীচে এই সিরিজ থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে।以下介绍其中几集内容。
10ইন্টারনটিসমোর এই সিরিজে ভেনেজুয়েলা, কলম্বিয়া আর ইকুয়েডর আর কলম্বিয়ার রাষ্ট্রপতিরা পেরুতে ৯০ এর দশকের একটি জনপ্রিয় টিভি শোতে আসে।
11এই শোর নাম ‘লরা ইন আমেরিকা' যেটি জনপ্রিয় টক শো জেরি স্প্রিঙ্গারের মতো যেখানে বিশ্বাসঘাতকতা, দ্বিমুখী নীতি আর বাবার পরিচয়হীন শিশুদের নিয়ে নিত্য হাস্যরসাত্মক উপস্থাপনা হয়। এই অনুষ্ঠানের নাম “আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভাল নয় আর তারা আমাকে মেরে ফেলতে চাইছে”, এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে, তার সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সমস্যা নিয়ে কথা বলেছেন শোর হোস্ট লরার সাথে।在这一集的 Internautismo中,委内瑞拉、哥伦比亚与厄瓜多尔总统都参加秘鲁在一九九零年代的知名谈话节目Laura in America,该节目类似于美国的Jerry Springer,每天讨论主题都与外遇、偷情、身世之谜有关,本集主题为「我和邻居处不来,他们想杀我」,哥国总统乌里贝(Alvaro Uribe)抱怨与委国总统查维兹(Hugo Chavez)的种种问题,查维兹否认提供火箭发射器给哥伦比亚的敌人,不过承认给了许多其他东西;之后厄瓜多尔总统柯雷亚(Rafael Correa)否认他与哥国游击队性爱关系复杂,但却出现秘密影片。
12শাভেজ অস্বীকার করেছেন যে তিনি কলম্বিয়ার শত্রুদের রকেট লঞ্চার দিয়েছেন (যদিও স্বীকার করেছেন তাদের আরও অনেক কিছুই দিয়েছেন)।
13পরে ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল করিয়া অস্বীকার করেছেন যে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের সাথে তার ভাল সম্পর্ক আছে, যদিও একটি গোপন ভিডিওতে তা দৃশ্যমান।
14সব শেষে লরা আমেরিকান স্টাইলে অতিথিদের উপহার দিচ্ছেন: একটি স্যান্ডউইচ বেচার ঠেলাগাড়ি আর কম্পিউটার ক্লাসের ভাউচার।节目最后也仿照惯例,赠送来宾三明治车及电脑课程。
15ওদিকে পারাডিয়ারিও টিভির কার্টুন লিটল টাইর‍্যান্ট মজার অনুষ্ঠান দেখাচ্ছে যেখানে খারাপ নেতৃত্ব বিশেষ রাজনৈতিক দলের বৈশিষ্ট নয় এই পরিপ্রেক্ষিত প্রতিফলিত হয়।Parodiario TV的卡通「小暴君」里,突显坏领袖不分政党或颜色,这套作品依据创用CC授权开放,因为大受欢迎,也刺激节目书籍及DVD在哥伦比亚的销量。
16(ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত) এই কার্টুন শোর জনপ্রিয়তার জন্যে কলম্বিয়ার বই আর সঙ্গীতের দোকানে এই অনুষ্ঠানের ভিডিও খুব ভাল বিক্রি হচ্ছে।在本集节目里,改编自哥伦比亚知名童谣Rin Rin Renacuajo,左派暴君与右派暴君学到怎么当线民,并在期间学到重要经验,例如先付款能带来什么变化。
17লিটল টাইর‍্যান্টের এই এপিসোডে, কলম্বিয়ার বাচ্চাদের জনপ্রিয় ছড়াগান “রিন রিন রেনাকুয়াজোর” মাধ্যমে বাম স্বৈরাচার এবং ডান স্বৈরাচার আবিষ্কার করছে যে কিভাবে একজন চর হতে হয় এবং আরও অনেক শিক্ষা লাভ করা যায়, যেমন কিভাবে কাজের আগেই বেতন নেয়া যায়।
18ভেনেজুয়েলার ক্ষেত্রে চিগুইরে বাইপোলার নির্মিত খুবই জনপ্রিয় প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে জটিল সম্পর্ককে ব্যবচ্ছেদ করছে। নীচের দুই পর্বের ধারাবাহিকে একটি রাষ্ট্রীয় সম্মিলনে যোগ দেবার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একটি জনমানবহীন দ্বীপে আটকা পরে।委内瑞拉的「总统岛」很有娱乐效果,是由Chigüire Bipolar制作,呈现拉美各国之间的复杂关系,在以下两集节目中,各国总统离开高峰会后,流落到一个荒岛,他们做了一艘木筏,决心离开这座岛,但因为无法容纳所有人,故依据查维兹的提议,将同盟国与不同盟国分成两队,依足球赛胜负决定搭船人选,由西班牙国王担任旁白。
19তারা একটি নৌকা তৈরি করে দ্বীপটি থেকে বেড়িয়ে যেতে চায়, তবে সেখানে সবার যায়গা হয় না।
20তাই সেখানে একটি ফুটবল ম্যাচ খেলা হয় এবং সিদ্ধান্ত হয় যে বিজয়ীরাই নৌকায় ওঠার সুযোগ পাবে।
21স্পেনের রাজা এই খেলার ধারাবর্ণনা দেন।请观赏上集和下集。
22এর ১ম এবং ২য় পর্ব দেখুন।附送一段巴西RetroTV制作的漫画委内瑞拉史。
23এবং একটি আলাদা ক্লিপে এখানে ভেনেজুয়েলার বারিনাসের রেট্রোটিভির ভেনেজুয়েলার ইতিহাসের বর্ণনা দেখুন:校对:Soup