Sentence alignment for gv-ben-20100630-11508.xml (html) - gv-zhs-20100714-5579.xml (html)

#benzhs
1সিঙাপুর: সুইস নাগরিককে ট্রেন ধ্বংসের অভিযোগে বেত্রাঘাত করা হবে新加坡:瑞士籍男子破坏公物遭鞭刑
2গত ২৫শে জুন, ২০১০, বত্রিশ বছর বয়সী অলিভার ফ্রিকারকে পাঁচ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে সিঙাপুরের এক ট্রেন ডিপোতে অনধিকার প্রবেশ করে ট্রেনের বগিতে রং করার জন্যে।
3তিনি স্প্রে রঙ দিয়ে ট্রেনের দুটি বগিতে ‘ম্যাকয় বানোস' শব্দ দুটি লিখেছেন যার ভিডিও অনলাইনে বহু প্রচারিত হয়েছে।
4তার সাথে তখন ব্রিট্রেনের লয়েড ডেন আলেকজান্ডার ছিলেন সাহায্যকারী হিসেবে।
5তার বিরুদ্ধে অভিযোগে প্রকাশ যে এই ব্রিটিশ নাগরিক সিঙাপুরে মাত্র তিন দিনের জন্যে ছিলেন এবং দ্রুত ফিরে গেছেন।
6সিঙাপুর আলক্জান্ডারকে ফেরত দেবার কথা বলছে যে বর্তমানে হংকং আছে বলে অনেকে জানে। আইন নিয়ে পর্যালোচনাকারী ব্লগার রাইট জুরিস লিখেছেন যে বিদেশিদের সেই দেশের আইনের প্রতি সম্মান জানান উচিৎ।32岁的Oliver Fricker五月份闯入新加坡电车停车场,在两节车厢外涂上「McKoy Banos」字样,他在认罪后,于6月25日遭判处鞭刑三下及五个月有期徒刑(涂鸦画面在博客及论坛里广为流传)。
7আমি যদিও বেত্রাঘাত, পাথর দিয়ে আঘাত বা এই প্রকারের শাস্তির পক্ষে নই, আমি বিশ্বাস করি যে এইসব হয়ত দরকার হয় মানুষ এবং সম্পদ রক্ষার্থে।
8অপরাধী (অপ্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক) অপরাধের শিকার নয়, অপরাধ করা তাদের সিদ্ধান্ত।
9সিঙাপুরের আর্থ সামাজিক ব্লগার কার্স্টেন হান এই শাস্তির প্রকার সম্পর্কে নিন্দা জানিয়েছেন এই বলে যে এটি “খুবই খারাপ” এবং তিনি সিঙাপুরকে একটি নির্যাতনের আখড়া হিসেবে অভিহিত করেছেন:
10এটি সত্যিই বমি উদ্রেককারী। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা একটি ছোট অপরাধের জন্যে এরকম একটি বর্বর শাস্তি দিতে চাচ্ছি।当时他的同夥为英国籍男子Lloyd Dan Alexander,据检察官指出,英国男子在新加坡仅停留三天,据信目前应该在香港,新加坡已发出引渡要求。
11এর জন্যে তো কারও শারীরিক ক্ষতি হয়নি (এবং জনসমক্ষে এটি হয় নি)। একে অতিরঞ্জিত করা হয়েছে।法律分析博客Right Juris表示,外籍人士应遵守现居国法律:
12আমি বলছিনা যে সে বিদেশী তাই এমন বলছি। যে কারও জন্যেই এই শাস্তি বাড়াবাড়ির পর্যায়ে।尽管我不支持鞭刑、用石块砸死人或其他暴力形式,我瞭解有时这是保护人民及国家的必要行为,无论成年与否,没有人选择成为犯罪受害人,罪犯决定了一切。
13এবং আমার খারাপ লাগছে এই ভেবে যে আমার দেশে কারও প্রতি এমন করল এবং একে দরকার মনে করল।星国社会政治博客Kristen Han抨击这项处罚「彻底令人作恶」,让新加坡成为「全球虐囚枢钮」:
14সিঙাপুরের ব্লগার রজার পোহ বেত্রাঘাতকে শয়তানী ও বর্বর কার্য হিসেবে অভিহিত করেছেন এবং সিঙাপুরের বিনয়ী ও দেখভাল করার সমাজের আকাঙ্খাকে একহাত নিয়েছেন। বেত্রাঘাতকে শয়তানী ও বর্বর কার্য এবং এর দাগ থেকে যায় মানুষের শরীরে।这真是彻底令人作恶,此事没有任何人因此伤亡,甚至几乎没有人发现,我无法相信政府为了这种小罪,竟然得动用如此古老且野蛮的刑罚,着实令人无法接受,我不在乎当事人来自哪一国,这种惩罚对任何人都太过分,我国会如此待人,还觉得有必要,真让我觉得反胃。
15আধুনিক সভ্য সমাজে বেত্রাঘাতের কোন স্থান নেই।新加坡博客Roger Poh认为鞭刑「残忍又野蛮」,也打击星国的友善及亲切形象:
16মাঝে মাঝেই সিঙাপুর ঘোষণা দেয় যে এটি আরও বিনয়ী ও দয়ালু সমাজ হতে চায়। আমরা যতদিন বেত্রাঘাতকে উপড়ে না ফেলছি এই আকাঙ্খা শুধুই কথা সর্বস্ব হয়ে থাকবে।鞭刑既残忍又野蛮,因为鞭刑直接打在臀部上,没有任何衣物阻挡,常会造成永久伤痕,鞭刑在现代文明社会里已无容身之处,新加坡不时会昭告天下,希望成为更友善有礼的社会,除非废除鞭刑,否则这些口号永远只是空话。