# | ben | zhs |
---|
1 | আলজেরিয়া: স্বায়ত্তশাসনের জন্য আদিবাসীদের প্রতিবাদযাত্রা | |
2 | ১২ জানুয়ারি, মঙ্গলবার, আলজেরিয়ার আদিবাসী কাবিলি জনগোষ্ঠী দেশটির উত্তরপূর্ব এলাকা কাবিলিই-তে এক শোভাযাত্রা বের করে। | |
3 | এটি তারা করে বারবার জাতির নববর্ষ উদযাপন করার জন্য (বারবার নববর্ষের নাম ইননাইয়ার)। | |
4 | তারা কেন্দ্রের কাছ থেকে আরো স্বায়ত্তশাসন দাবি করছে। | 阿尔及利亚:原住民游行争取自治权 |
5 | দি মুভমেন্ট ফর দা অটোনমি ইন কাবিলিই (ম্যাক) বা কাবিলিইর স্বায়ত্তশাসন আন্দোলন নামের সংগঠন এই প্রতিবাদী শোভাযাত্রার আয়োজন করেছে। তারা ব্যাখ্যা করেন যে শান্তিপূর্ণ এক শোভাযাত্রাকে কর্তৃপক্ষ নির্মম ভাবে নিয়ন্ত্রণ করে। | 1月12日星期二,阿尔及利亚原住民卡比尔族(Kabyle)在庆祝柏柏人新年(Yennayer)之前,于国内东北部Kabylie地区上街抗议,要求中央政府释出更多自治权,主办抗争活动的「Kabylie地区自治运动」表示,活动原本相当平和,却遭到强力镇压与媒体封锁,由于目前举世关切海地震灾后续状况,主流媒体鲜少报导此次抗议事件,让抗争群众及其支持者决定自行在网络上散播消息。 |
6 | তারা এই সংবাদটি প্রচার মাধ্যমে যাতে এড়িয়ে যায় তার ব্যবস্থা করে। | |
7 | বিশ্বের মনোযোগ যখন হাইতির দিকে ছিল এবং এই বেদনাদায়ক ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পরে আলজেরিয়ায় সংঘটিত প্রতিবাদের খুব সামান্য অংশই মূলধারার সংবাদপত্রে প্রকাশিত হয়। | |
8 | এর ফলে প্রতিবাদকারী এবং তাদের সমর্থকরা ইন্টারনেটে দ্রুত এই ঘটনার সংবাদ ছাপায়। আলজেরিয় সরকারের সাথে কাবিলি অঞ্চলের লোকদের সংঘর্ষের অনেক লম্বা ইতিহাস রয়েছে। | Kabylie地区与阿尔及利亚政府长期冲突不断,当地原住民本来要求完全独立,近期改提出自治计划;先前在2001年时曾发生「黑色春天」事件,因为当地出现暴动,演变为抗争群众及军方的死亡冲突。 |
9 | আদিবাসীদের সম্পূর্ণ স্বাধীনতার দাবি পাল্টে গেছে। বর্তমানে তারা দাবি করছে তারা কেন্দ্রের অধীনে থাকবে না। | Tilanum在YouTube网站上张贴以下影片,记录抗争者高喊「杀人政权」,并与军警安全人员爆发斗殴情况: |
10 | তারা এখন প্রস্তাবিত এক স্বায়ত্তশাসনের পরিকল্পনা করেছে [ফরাসী ভাষায়]। | |
11 | ২০০১ সালে এই আন্দোলন তার চূড়ান্ত অবস্থায় পৌঁছে। এই আন্দোলন ব্লাক স্প্রীং বা কালো বসন্ত নামে পরিচিত। | Kabyle等微型博客都在追踪事态发展,除了发送游行相关讯息,亦连结至现场照片: |
12 | যখন এই নিয়ে চারিদিকে এক দাঙ্গা ছড়িয়ে পড়ে, তখন প্রতিবাদকারী এবং আলজেরিয় সেনাবাহিনী এক ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে। | |
13 | তিলানুম এই ভিডিওটি ইউটিউব নামক ভিডিও সাইটে সবাইকে প্রদর্শনের জন্য তুলে দিয়েছে। | |
14 | এই ভিডিওটি প্রদর্শন করছে যে প্রতিবাদকারী এবং নিরাপত্তা বাহিনী এক ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং প্রতিবাদকারীরা আওয়াজ তুলেছে “খুনী দের ক্ষমতা!” | |
15 | এই ঘটনাটিকে মাইক্রোব্লগাররা যেমন, কাবিলে অনুসরণ করেছে। | Kabylie地区自治运动游行相当成功,超过万人走上街头。 |
16 | সে এই শোভাযাত্রার ঘটনার টুইট করেছে এবং এই বিক্ষোভ প্রদর্শনীর ছবি সংযুক্ত বা লিঙ্ক যুক্ত করেছে: | |
17 | ম্যাক আন্দোলনের কাবিলিইর পথে বিজয়ী শোভাযাত্রা: প্রায় ১০,০০০ লোক প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। | |
18 | সাইদুয়ালি ব্লগ করেন ল পোর্টেইয় দে অম লিব্রে [ফরাসী ভাষায়]। | |
19 | তিনি এক বিক্ষোভ শোভাযাত্রার ছবি পোস্ট করেছেন। এই যাত্রা অনুষ্ঠিত হয় উপকূলীয় শহর বেজাইয়াতে: | Saiduali在Le Portail des Hommes Libres张贴在沿海城市Bejaia举办的游行照片: |
20 | সোশাল নেটওয়ার্ক ওয়েব সাইট ফেসবুকে এই ব্যাপারে একটি গ্রুপ বা দল [ফরাসী ভাষায়] সৃষ্টি করা হয়েছে। | |
21 | এই দল প্রায় ৮০০ জন সদস্যকে আকৃষ্ট করেছে এবং এই বিষয়টি কাবিলিইর স্বায়ত্তশাসনের সমর্থক এবং বিরোধীদের মনোযোগ আকর্ষণ করেছে এবং উভযের স্ব স্ব অবস্থানে এক করেছে। | |
22 | এই দলের ওয়ালপোস্ট বা নোটিশ লেখার জায়গায় লি লো মন্তব্য করেছেন। যদিও তিনি নিজে একজন বারবার জাতির একজন, কিন্তু তিনি এই স্বায়ত্তশাসনের বিরোধিতা করেন। | 社会网络Facebook上亦出现一个群组,已吸引超过800名成员,其中关于Kabylie自治的正反意见并存,Lee Loo在群组中留言,说明自己虽是柏柏人(Berber),但反对自治: |
23 | এই মন্তব্যে তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন: | 各位令我们蒙羞,我是Amazigh人,但我的国家是阿尔及利亚,你们没有可能达成这个目标,其他卡比尔族人都反对此事。 |
24 | আপনারা আমাদের লজ্জায় ফেলে দিয়েছেন। আমি একজন আমাজিঘ, কিন্তু আলজেরিয়া আমার স্বদেশ। | Allas Di Tlelli则在Kabyles.net网站上反驳: |
25 | আপনারা স্বায়ত্তশাসন অর্জন করতে পারবেন না। আপনারা ছাড়া সকল কাবিলির-এর বিপক্ষে। | Kabylie地区现有力量大多支持自治,手段差异则大多与政治意识型态相关。 |
26 | কাবিলাস. নেটে [ফরাসী ভাষায়] ব্লগ করেন এলাস ডি টেলেলিই। | 卡比尔族之所以要求更多自治权,是因为最近邻国摩洛哥同意给予Amazigh族更多权利,包括在学校教授原住民语、成立柏柏语电视频道等,且摩洛哥政府宣称,未来将有计划提供更多自治权给国内各地区,其中也包括争议地区西撒哈拉。 |
27 | তিনি উপরের দাবির বিরোধিতা করেন। তিনি লিখেছেন: | 校对:Soup |
28 | কাবিলিইর বর্তমান শক্তি সাধারণভাবে এই স্বায়ত্তশাসনের সমর্থক, এ ব্যাপারে মতের যে ভিন্নতা রয়েছে তা রাজনৈতিক মতাদর্শের কারণে ঘটেছে। | |
29 | এই ঘটনাটি ঘটলো এমন সময়, যখন সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র মরোক্কো সেদেশের আমাজিঘ জনগোষ্ঠীকে আরো বেশি অধিকার প্রদান করেছে (স্কুলে আদিবাসী ভাষা শেখানো এবং সম্প্রতি সেদেশে বারবার ভাষায় একটি টিভি চ্যানেল খোলা হয়েছে)। | |
30 | এছাড়াও মরোক্কো সরকারের আরো এক বিশদ পরিকল্পনার রয়েছে। | |
31 | কর্তৃপক্ষ দাবি করছে দেশটির ভিন্ন ভিন্ন অঞ্চলকে তারা আরো স্বায়ত্তশাসন প্রদান করতে যাচ্ছে। | |
32 | এই সব এলাকার মধ্যে বিতর্কিত পশ্চিম সাহারার মত অঞ্চলও রয়েছে। | |