# | ben | zhs |
---|
1 | তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় অকুপাই গেজি'র নির্ঘন্ট | 土耳其:占领盖齐公园的社群媒体年表 |
2 | পোস্টটি লেখকের মূল ব্লগ আজাডুলতে দেখা যাবে। | 本文原刊登于作者本人的部落格:Azadolu。 |
3 | ২০১৩ সালের ১০ এপ্রিল তারিখে তুরস্কের টুইটার জগতে #ayagakalk (আয়াগাকাল্ক) হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। | 2013年4月10日,土耳其推特圈出现宣扬#ayagakalk(土耳其语“站起来”)的主题标签。 |
4 | এর মানে হলো “রুখে দাঁড়াও”। | 这个呼吁来自一个小型的运动人士团体,他们试图要保卫塔克西姆广场的盖齐公园,反对此区兴建购物商场的计划。 |
5 | এই আহবান এসেছিল একটি ছোট্ট আন্দোলনকারী দল থেকে। | 没有人料到,这小小的事件会演变成土耳其共和国史上最大的抗议活动。 |
6 | তারা তাসকিম স্কোয়ারের গেজি পার্ক বাঁচানোর জন্য এই আহবান জানিয়েছিল। | 4月10日,推特用户Ezgi Medran在推特上收集网友连署支持4月13日举行的第一场抗议[土]: |
7 | সেখানে পার্ক তুলে দিয়ে শপিং মল বানানোর কাজ চলছিল। | 拯救塔克西姆盖齐公园,我们需要大家的连署! |
8 | তখন পর্যন্ত কেউ-ই আশা করেনি, এই ছোট্ট ঘটনাই তুরস্কের ইতিহাসে এই বৃহৎ প্রতিবাদের জন্ম দিবে। | 正如Medran的推特,4月13日举行的抗议活动一开始像个节日。 |
9 | ১০ এপ্রিলের ঘটনার প্রতিবাদ করতেই রাজপথে নেমেছেন টুইটার ব্যবহারকারী এজগি মেদ্রান। | 环运人士Barış Gençer Baykan写说: |
10 | তিনি ১৩ এপ্রিল পার্ক বাঁচানোর জন্য সবার স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন: | 数千民众正在保卫塔克西姆盖齐公园。 |
11 | তাকসিম গেজি পার্ক বাঁচাতে আপনার স্বাক্ষর প্রয়োজন! | 数千人聚集在塔克西姆广场的盖齐公园。 |
12 | ১৩ এপ্রিলে প্রতিবাদ কর্মসূচী শুরু হয় অনেকটা উত্সবের আমেজে। | 照片分享自@yesilgundem的推特。 |
13 | পরিবেশ আন্দোলনকর্মী বরিস জেন্সার বায়কান লিখেন: | 当时,安全部队与抗议群众间并未传出发生冲突。 |
14 | তাসকিম গেজি পার্কে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে ফেটে পড়েছেন। | 5月27日,另一场持相同诉求的抗议活动举行。 |
15 | হাজার হাজার বিক্ষোভকারী তাসকিম গেজি পার্কে জমায়েত হয়েছেন। | 这一次,一些运动人士占领了盖齐公园,抵抗施工人员。 |
16 | টুইটারে ছবি শেয়ার করেছেন @yesilgundem | 社群媒体团队140journs,透过下方的文字,分享了一张运动人士的照片: |
17 | এই সময়ে বিক্ষোভকারীদের সাথে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ধরনের সংঘর্ষ হয়নি। | 尽管有拆除工程,但塔克西姆盖齐公园从昨晚开始还是有了巡逻队。 |
18 | মে মাসের ২৭ তারিখে একই কারণে অন্য একটি বিক্ষোভ সংঘটিত হয়। | 抗议群众在盖齐公园扎营。 |
19 | এদিন কিছু বিক্ষোভকারী নির্মাণকর্মীদের সরিয়ে দিয়ে গেজি পার্ক দখল করে নেয়। | 照片来源: @140journos |
20 | সোশ্যাল মিডিয়া টিম 140journs টুইটারে আন্দোলনের একটি ছবি শেয়ার করে। | 而事情在两场抗议活动意外后,开始变得失去控制,并在社群媒体上迅速传开。 |
21 | সেখানে বলা হয়েছে: তাসকিম গেজি পার্ক ভাঙ্গার কাজ সত্ত্বেও গত রাতে আন্দোলনকারীরা সেখানে পাহারা দিয়েছে। | 首先,路透社摄影师Osman Orsal,拍了一张手无寸铁的女性抗议者,遭警方以催泪瓦斯攻击的照片。 |
22 | গেজি পার্কে আন্দোলনকারীর তাঁবু গেড়ে বসেছে। | 接着,警方于破晓时行动,烧毁运动人士的帐棚。 |
23 | ছবি কৃতজ্ঞতা: @140journos | 这起事件可在YouTube上观看。 |
24 | দুটো ঘটনা ঘটার পরে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। | #direngeziparki(抵抗盖齐公园)成为热门的主题标签,有愈来愈多抗议活动支持者使用。 |
25 | প্রথম ঘটনাটি হলো, অজ্ঞাতপরিচয় এক নারীর ওপর পুলিশের কাঁদানো গ্যাস হামলা। | 土耳其演员Memet Ali Alabora于公园现身,他也是最早亲身参与抵抗活动的几位名人之一。 |
26 | ছবিটি তোলেন রয়টার্সের ফটোগ্রাফার ওসমান ওরসাল। | 他在自己的推特帐号上说: |
27 | পরেরটি ছিল পুলিশের আন্দোলনকারীদের তাঁবু পুড়িয়ে দেয়া। | 各位朋友,这不只是关乎盖齐公园,你们还没搞懂吗? |
28 | ইউটিউবে তাঁবু পুড়িয়ে দেয়ার ভিডিওটি রয়েছে। | 赶快来吧。 |
29 | এই দুই ঘটনার পরেই টুইটারে জনপ্রিয় #direngeziparki হ্যাশট্যাগ চালু হয়। | 警方开始以催泪瓦斯与镇暴水枪攻击抗议群众。 |
30 | এর অর্থ হলো গেজি পার্ক প্রতিহত করো। | 催泪瓦斯的使用量过大。 |
31 | আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচী সমর্থন জানিয়ে এই হ্যাশট্যাগ অনুসরণ করেন। | 旁观者表示,警方喷催泪瓦斯时,都瞄准抗议群众的身体。 |
32 | আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে এগিয়ে এসেছেন তুরস্কের তারকা অভিনেতা মামেত আলী অ্যালাবোরা। সেলিব্রেটি হিসেবে তিনিই প্রথম অভিনেতা, যিনি আন্দোলনকারীদের সাথে একাত্মা জানান। | 推特用户Alper Orakci分享了一张照片,塔克西姆广场最大街道独立大街(Istiklal Caddesi)上头,数量惊人的催泪瓦斯胶囊: |
33 | তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন: | 催泪瓦斯胶囊! |
34 | বন্ধুরা, এটা শুধুমাত্র গেজি পার্কের বিষয় নয়। | 为了驱散抗议群众,警方使用过多的催泪瓦斯。 |
35 | আপনারা এখনও কেন জেগে উঠছেন না? এখানে চলে আসুন। | 照片分享自@alperorakci的推特。 |
36 | পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানো গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে। | 拍摄红衣抗议妇女这张代表性照片的路透社摄影师Osman Orsal,遭催泪瓦斯攻击而受伤。 |
37 | পুলিশ ব্যাপকভাবে কাঁদানো গ্যাস ছোঁড়ে। | 土耳其彭博新闻社的总编Benjamin Harvey写道: |
38 | আন্দোলনকারীদের শরীর লক্ষ্য করে কাঁদানো গ্যাস ছোঁড়া হয়। | @BenjaminHarvey:Osman Orsal,摄影师。 |
39 | টুইটার ব্যবহারকারী অ্যালপের ওরাককি তাসকিম স্কোয়ারের সবচেয়ে বড়ো রাস্তা ইশতিক্লাল ক্যাডেসি-তে পড়ে থাকা অসংখ্য কাঁদানো গ্যাসের ক্যাপসুলের ছবি শেয়ার করেন: কাঁদানো গ্যাসের ক্যাপসুল! | 这是他昨天在伊斯坦堡拍的照片:http://bit.ly/11GaGa1 而这是他今天的遭遇:pic.twitter.com/8aU1vRZGjX |
40 | আন্দোলনকারীদের ওপর ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁদানো গ্যাসের ক্যাপসুল। টুইটারে ছবি শেয়ার করেছেন @alperorakci | Osman Orsal遭催泪瓦斯攻击而受伤。 |
41 | রয়টার্সের ফটো সাংবাদিক ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন। উল্লেখ্য, ওসমান লাল জামা পরিহিত নারী বিক্ষোভকারীর আইকনিক ছবিটি তুলেছিলেন। | 照片来源:pic.twitter.com/8aU1vRZGjX |
42 | তুরস্কে ব্লুমবার্গের ব্যুরো প্রধান বেনজামিন হার্ভে লিখেছেন: | 抗议群众在脸书与推特上组织活动之际,主流媒体显然对这些抗议事件视而不见。 |
43 | @BenjaminHarvey ওসমান ওরসাল, ফটো সাংবাদিক। | 社群媒体上有许多对主流媒体频道表示反感的声音。 |
44 | গতকাল ইস্তাম্বুলে তিনি এই ছবিটি তুলেছেন: http://bit.ly/11GaGa1 আজকে তার অবস্থা এই: pic.twitter.com/8aU1vRZGjX | 推特用户Faruk erman分享一张照片,图解土耳其媒体的沉默: |
45 | ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে আহত হয়েছেন। | 目前的电视频道。 |
46 | সূত্র: pic.twitter.com/8aU1vRZGjX | 冲突期间的电视频道。 |
47 | আন্দোলনকারীরা ফেসবুক এবং টুইটারকে কেন্দ্র করে সংগঠিত হয়েছেন। মূলধারার পত্র-পত্রিকা পুরোপুরিই নিশ্চুপ ছিল। | 照片来源:pic.twitter.com/DsfhVnz0CZ |
48 | আন্দোলনকে তারা অগ্রাহ্য করেছেন। তাই মূলধারার পত্র-পত্রিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ছিল ব্যাপক। | Benjamin Harvey对于土耳其CNN在冲突期间,播放企鹅纪录片一事感到愤怒: |
49 | টুইটার ব্যবহারকারী ফারুক এরমান একটি ছবি শেয়ার করেন, যেখানে তুরস্কের মূলধারার পত্র-পত্রিকার নীরবতার বিষয়টির উল্লেখ ছিল: | @BenjaminHarvey:不是在开玩笑,土耳其CNN现在在播企鹅节目。 |
50 | দেখুন, এখন টিভি চ্যানেলগুলো কী প্রচার করছে। আন্দোলন চলার সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর চিত্র। | 土耳其执政党AKP(正义与发展党)的支持者,指责抗议群众导致冲突。 |
51 | সূত্র: pic.twitter.com/DsfhVnz0CZ সংঘর্ষ চলাকালে সিএনএন-তুর্ক চ্যানেলে পেঙ্গুইনের ওপর তথ্যচিত্র প্রচার করায় অতিশয় ক্ষুদ্ধ হয়েছেন: | AKP的支持者透过标签#oyunagelmeturkiyem(“别被耍了,土耳其”),在推特上发表评论。 |
52 | @BenjaminHarvey সত্যিই, সিএনএন-তুর্ক পেঙ্গুইনের ওপর শো প্রচার করছে। | 推特用户Canan Kumas写道: |
53 | তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সমর্থকরা সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। টুইটারে তারা #oyunagelmeturkiyem হ্যাশট্যাগের অধীনে মন্তব্য করেছেন। | @Canan_Hasret:过去这几年,[土耳其总理]Tayyip所做的一切都是帮助国家发展,现在他们却希望他因为一座公园被弹劾 #oyunagelmetuerkiyem |
54 | এর মানে হলো, তুরস্ক, ফাঁদে পা দিয়ো না। টুইটার ব্যবহারকারী ক্যানান কুমাস লিখেছেন: | 另一位用户Bunyamin Hakimoglu则反对拿土耳其与阿拉伯之春比较,他说: |
55 | @Canan_Hasret তায়েপ এরদোগান কিছুই করেননি। তবে বিগত কয়েক বছর ধরে উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। | @Benj_Kobsch:别再幻想土耳其有春天了。 |
56 | এখন তারা একটি পার্কের জন্য তার অপসারণ চায়। #oyunagelmetuerkiyem | 这个政府是民主选举选出来的。 |
57 | অনেকে তুরস্কের আন্দোলনকে আরব বসন্তের সাথে তুলনা করেছেন। | 注意这差异! |
58 | তবে এর বিরোধীতা করে বনিআমিন হাকিমুলু বলেছেন: @Benj_Kobsch আন্দোলনকে তুরস্ক বসন্ত ভাববেন না। | #OyunaGelmeTürkiyem |
59 | সরকার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। এই পার্থক্য সম্পর্কে সতর্ক থাকুন! | 但另一方面,某些支持者之间也出现批评的声音。 |
60 | #OyunaGelmeTürkiyem অন্যদিকে, ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যেও নানা ধরনের সমালোচনা রয়েছে। | 举例来说,AKP议员与前文化旅游部部长Ertugrul Gunay,便对党内粗暴对待抗议群众感到生气: |
61 | যেমন, দলের সিনেটর এবং সংস্কৃতি ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী এলতুগরুল গুনাই আন্দোলনকালীদের ওপর জোর-জুলুমের রাজনীতি করায় ক্ষুদ্ধ হয়েছেন: | |
62 | ইস্তাম্বুলের বিজয় বার্ষিকীর সময়ে একটি শপিং মল নির্মাণের জন্য যারা ৭৫ বছর বয়সী গাছ কাটে, তারা হয় সুলতানাত, নয় ঈশ্বরের আদেশ বুঝতে পারে না! | 想在“君士坦丁堡的陷落”周年期间,砍倒75岁老树盖购物商场的人,无法瞭解征服者苏丹与上帝的旨意! |
63 | দেশজুড়ে প্রতিবাদ সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরেও প্রধানমন্ত্রী তায়েপ এরদোগান শপিং মল নির্মাণ থেকে পিছু হটছেন না। | 抗议活动与冲突持续遍及全国之际,总理Erdogan看起来还是不愿让步。 |
64 | তিনি তার টুইটারে বলেছেন: আমরা চাইলে এক মিলিয়ন মানুষ জমায়েত করতে পারি। | 他在自己的推特上说: |
65 | সেখানে বিরোধী দল কয়েক হাজার মানুষ জমায়েত করেছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করবো না। | 如果反对方聚集十万人,我们可以号召百万人,只是我们不做而已。 |