Sentence alignment for gv-ben-20081019-1326.xml (html) - gv-zhs-20081029-1451.xml (html)

#benzhs
1দক্ষিণ আফ্রিকা: এইচআইভি/এইডস এর বিরুদ্ধে যুদ্ধের নতুন দিগন্ত?南非:对抗爱滋新时代?
2সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ঝালিমা মোটলানথি নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বারবারা হোগান কে নিয়োগ প্রদান করেছেন, পূর্বসূরী বিতর্কিত মান্টো শাবালালা-সিমাঙ্গকে উচ্ছেদ করে।
3এইডস কর্মী সহ অসংখ্য দক্ষিণ আফ্রিকান মনে করেন এই পরিবর্তনের ফলে সরকারের এইচআইভি/এইডস নীতিমালায় পরিবর্তন সূচিত হবে। বর্ণবাদ বিরোধী অগ্রসৈনিক এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দীর্ঘদিনের সদস্য হোগান ফাইন্যান্স পোর্টফলিও কমিটির সভাপতি ছিলেন।九月底时,南非临时总统Kgalema Motlanthe任命霍根(Barbara Hogan)出任卫生部长,取代备受争议的前部长Manto Tshabalala-Msimang,爱滋病运动人士和许多南非民众都希望,这件人事案将改变政府的爱滋病政策。
4স্বাস্থ্যমন্ত্রীর পদ অলংকারের পরে তিনি বিগত সরকারের অবস্থান ভেঙে এইডসকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের শপথ নিয়েছেন।
5যার ফলে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা আশাবাদী যে হোগান নীতিনির্ধারণী পর্যায়ে অধিক বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা সংস্থাপন করে এইচআইভি/এইডসের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংগ্রামকে আরো জোড়ালো করতে সমর্থ হবেন।
6এই ভিডিওতে দেখতে পাবেন এইডস কর্মীরা হোগানের নিয়োগকে স্বাগত জানানোর দৃশ্য। অতীতে জনসম্মুখে হোগান প্রাক্তন রাষ্ট্রপতি ঠাবো বেকির এইচআইভি/এইডস বিষয়ক অবস্থান ও নীতির সমালোচনা করেছেন।霍根为长期反种族隔离人士、执政党「非洲民族议会」资深党员,亦为金融商品组合委员会前主席,自就任卫生部长以来,她已破除前任政府对 爱滋病的立场,宣示将把 爱滋病列为优先政策。
7দক্ষিণ আফ্রিকায় প্রায় ৫৭ লাখ লোক এইচআইভি ভাইরাস বহন করে এবং গত বছর সাড়ে ৩ লাখ মানুষ এই রোগে মারা গেছে (প্রতিদিন গড়ে এক হাজারের মত)।
8শাবালালা-সিমাঙ্গ অভিযুক্ত হয়েছিলে এইচআইভি/এইডস সমস্যা নিয়ে অপ্রতুল সাড়া প্রদানের জন্য।许多南非民众对此相当兴奋,有信心霍根能依据科学订定爱滋病防治政策,爱滋病运动人士在这段录像中庆祝霍根获任命。
9এইচআইভি/এইডসের চিকিৎসার প্রতিষেধক হিসাবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিটরুট, রশুন এবং অন্যান্য খাদ্য খেতে জনগণকে উৎসাহিত করতেন যার জন্য তার ডাক নাম হয়ে গিয়েছিল “ডক্টর বিট্রুট”।过去霍根曾公开批判前总统姆贝基(Thabo Mbeki)对爱滋病的立场与政策,南非约有570万名爱滋病患,去年也有35万人因此死亡(平均每日约千人)。
10এন্টি-রেট্রোভাইরাল ড্রাগ নিয়ে বিভ্রান্তি তৈরীর জন্য তিনি অভিযুক্ত হন। ইররেভারেন্স প্রদত্ত পোস্টে স্টিফেন “জাতীয় লজ্জা” হিসাবে শাবালালা-সিমাঙ্গকে এবং হোগানকে আশার আলো হিসাবে উল্লেখ করেছেন।外界批评前部长处理 爱滋病问题不当,他鼓吹吃甜菜根、大蒜等食品能治疗爱滋病,因此得到「甜菜根博士」的绰号,舆论更指控他造成社会对 爱滋病药物的困惑。
11সিয়ারানস পিকিউলিয়ার ব্লগে সিয়ারান পার্কার শাবালালা-সিমাঙ্গর অগতানুগতিক পদ্ধতির বিশদ ব্যাখ্যা করেছেন:irreverence网站的Stephen称呼前部长为全国之耻,认为霍根是希望曙光;Ciaran's Peculier博客的Ciaran Parker进一步说明前部长非正统的观念:
12ধারবাহিকতা অক্ষুন্ন রাখার কথা বলে ঝালিমা মোটলানথি বেকির আরো কিছু বিতর্কিত মন্ত্রীদের হাত থেকে নিষ্কৃতি পেলেন। এর মধ্যে বেকির এইডস প্রত্যাখ্যান নীতির প্রধান তাত্ত্বিক স্বাস্থ্য মন্ত্রী ড: মান্টো শাবালালা-সিমাঙ্গ অন্যতম।临时总统虽表示将萧规曹随,但至少摆脱前政府受人争议的几位部长,包括主导过去爱滋病政策的前卫生部长Manto Tshabalala-Msimang,姆贝基政府否认人体免疫缺损病毒(HIV)导致爱滋病,前卫生部长亦认为逆滤过性病毒药品虽对治疗 爱滋病有部分效果,但价格过于昂贵。
13এইচআইভি ভাইরাস থেকে যে এইডস বিস্তৃতি লাভ করে বেকির সরকার তা প্রত্যাখ্যান করে এবং তার স্বাস্থ্য মন্ত্রী সেই তথাকথিত এট্রি-রেট্রোভিয়াল ড্রাগ তুলে ধরেছিল এই রোগ মোকাবেলায় প্রভাব বিস্তারকারী বলে।
14অত্যন্ত দামী ছিল সেই ঔষধ।…南非卫生单位专家若公开反对部长的怪异言论,就会遭到惩处。
15দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসকরা প্রকাশ্যে মন্ত্রীর এই উদ্ভট নীতির সাথে ভিন্নমত পোষণ করায় শাস্তিভোগও করেছে।2008年国际爱滋病疫苗研讨会于十月中在南非开普敦举行,霍根在开幕致词公开表示,就是HIV病毒造成 爱滋病,也应使用正规药物治疗,她亦强调政府将扩大母子传染预防计划,避免患病母亲将爱滋传染给孩子,而世界也亟需有效的疫苗。
16এ সপ্তাহের শুরুতে কেপটাউনে আন্তর্জাতিক এইডস ভ্যাকসিন ২০০৮ কনফারেন্সের উদ্বোধনকালে হোগান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে এইচআইভির কারণে এইডস হয় এবং প্রচলিত ঔষধ দিয়ে এর মোকাবেলা করতে হবে।
17তিনি আরো বলেন সরকার প্রতিশ্রুতিবদ্ধ ছিল মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ প্রতিরোধ কর্মসূচী, এইচআইভি বাহিত গর্ভবতী মা থেকে সংক্রমন প্রতিরোধে থেরাপী পরিমাপের জন্য; একটা কার্যকরী এইচআইভি ভ্যকসিন প্রচন্ডভাবে প্রয়োজন ছিল।
18বিজ্ঞানী, কর্মী এবং অসংখ্য ব্লগার হাফ ছেড়েছে এবং উৎফুল্ল হয়ে উঠেছে হোগানের বক্তব্যে। এ্যাডভেঞ্চারস এ্যাজ এ্যান আ্যম্বাসাডোরিয়াল স্কলার ব্লগে হ্যালি লিখেছেন:听完霍根致词后,许多科学家、社运人士与博客都松了一口气,adventures as an ambassadorial scholar博客的Haley指出:
19বেশীরাভাগ মানুষের সাথে কথা বলে আমি বিষ্মিত - বর্তমান বিশ্বে গনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারী লোকজন এইচআইভির কারণে এইডস হয় এটাকে অস্বীকার করে!我和多数人谈起此事时,他们都很意外今日竟还有民选官员,会否认HIV病毒造成爱滋病,可惜先前南非情况就是这样,不过现在不同了。
20দুঃখজনক হলেও দক্ষিণ আফ্রিকায় সেটাই সত্যি - কিন্তু আর নয় বন্ধু, আর নয়”।Ray Hartley在The Times, South Africa博客另表示:
21দি টাইমস, সাউথ আফ্রিকায় প্রদত্ত পোস্টে রে হারটলে লিখেছেন: “আমরা জানি যে এইচআইভির কারণে এইডস হয়।''「我们知道HIV病毒导致爱滋病」,由这句话开始,卫生部长霍根终结南非令人羞耻的十年爱滋否认期,这段时间牺牲南非无数生命,也迫使患者生活在阴影中。
22এই ঘোষণার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বারবারা হোগান এইডস প্রত্যাখ্যানের এক লজ্জাস্কর বিতর্কের অবসান ঘটালেন। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার অগণিত প্রাণ ঝরে গেছে এবং দীর্ঘকাল মানুষজনকে ভাইরাসসহ অন্ধকারের মধ্যে বাস করতে বাধ্য করা হয়েছে।我们难以计算多少人受过去的爱滋病政策影响,不过「治疗行动运动」(TAC)指出在姆贝基执政期间,超过200万南非民众因 爱滋病而死,若前总统能遵守宪法基本原则,至少能避免30万人死亡。
23পূর্বের এইচআইভি/এইডস নীতির কারণে কত মানুষের প্রাণ বিসর্জন দিতে হয়েছে তা নির্ধারণ করা কঠিন হলেও ট্রিটমেন্ট এ্যাকশন ক্যাম্পেইন (টিএসি) উল্লেখ করেছে বেকির শাসনামলে এইডসে বিশ লাখেরও বেশী দক্ষিণ আফ্রিকান মারা গেছে।
24এরমধ্যে কমপক্ষে ৩ লাখ মানুষকে মৃত্যু থেকে রক্ষা করা যেত যদি তাদেরকে মৌলিক চিকিৎসা দেয়া হত। কিছু ব্লগার মনে করেন বেকি এবং শাবালালা-সিমাঙ্গ এর হাতে রক্তের দাগ লেগে আছে।有些博客指控前总统与前卫生部长手上染血,Things That Make You Go Mmmh!
25থিংকস দ্যাট মেক ইউ গো মমম! এর ব্লগার সোনেকা কামুহুজা বেশী দায়ী করেছেন বেকীকে:博客的Soneka Kamuhuza怪罪姆贝基:
26তাদের [বেকি এবং শাবালালা-সিমাঙ্গ] বুদ্ধিবৃত্তিক দৈন্যতা, ক্ষীণদৃষ্টি ও নির্ভেজাল অসততা দেশ ব্যাপী বিস্তৃত এ ব্যাধী প্রসারে নিষ্ঠুরভাবে সহায়তা করেছে।
27যেখানে দরকার সর্বমুখী পরিকল্পনা তা যদি এককভাবে প্রয়োগ করা হয় তা ভাইরাসের চিকিৎসায় কার্যকরী হতে পারে না।前总统与前卫生部长对此事淡漠、短视与虚伪,致使爱滋病持续蔓延,过去的策略无法有效治疗疾病,他们因忽视的态度重创全国。
28সর্বগ্রাসী ও সমষ্টিক অজ্ঞতা দিয়ে তারা জাতিকে ছিন্নবিচ্ছিন্ন করেছে। এখন এটা হিসাব করা হয় দক্ষিণ আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি এইচআইভি আক্রান্ত জনগোষ্ঠীর বাস।目前估计,南非 爱滋病患者人数高居全球之冠,我觉得处处都有姆贝基介入的影子,…在此天然资源丰富的国家,人民受到他的欺骗,失去对抗爱滋病的起始机会。
29যেভাবেই হোক না কেন এসবের পেছনে বেকির হাত সুস্পষ্ট, এইডস বিরোধী সংগ্রামের সঙ্কটাপন্ন প্রধান… সে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় জনসম্পদের সাথে প্রতারণা করেছে।
30অনেকেই আশা পোষণ করে এই ক্ষতির কিছুটা মেটাতে সক্ষম হবে হোগান। পেরিফেরিতে প্রকাশিত একটা পোস্টে উল্লেখ করা হয়েছে অনেক মানুষই আশা করে দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক সমর্থিত এইডস প্রত্যাখ্যান নীতিমালার সময় শেষ হয়েছে।许多人希望霍根能弥补部分伤害,peripheries博客指出,许多人期待获政治支持的爱滋否认态度能在南非终结,但其它人仍持保留态度,BillyC响应The Times, South Africa的文章时认为:
31তথাপি দক্ষিণ আফ্রিকার দি টাইমসের একটা ব্লগ পোস্টে বিলিসি উল্লেখ করেছেন: মান্টোর হাতে ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য সেবার প্রান্ত থেকে বারবারা হোগানকে একটা পাহাড় বেয়ে উঠতে হবে।霍根眼前还有重重险阻待克服,才能扭转前政府造成的种种伤害,执行者的能力、士气、卫生政策等都需要处理,使用草药食疗与丑化西方医学等印象已深植于国民心中,必须经过多年的努力与奋斗,才能让我们重返有效且令人尊重的卫生体系,我们只能祈祷霍根如有神助、快马加鞭,她必须加快脚步。
32কর্মীদের যোগ্যতা, নৈতিকতা এবং মানের সাথে সাথে স্বাস্থ্য নীতির পরিবর্তন এবং আইন সব দিকে দৃষ্টি দিতে হবে।
33ভুডু ঔষধের প্রসার ও পশ্চিমা বিজ্ঞানকে অমঙ্গল ভাবা মানুষের মনস্তত্ত্বে গভীরভাবে প্রোত্থিত হয়ে গেছে।南非爱滋病象征照片来自Flickr用户 mvcorks
34বছরের পরে বছর পরিশ্রমী, সাহসী এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে স্বাস্থ্য সেবার উপরে শ্রদ্ধা জাগ্রত করতে এবং ও কার্যকর অবস্থানে নিয়ে যেতে।
35আমরা কেবল আশা করতে পারি ইশ্বর বারবারা হোগানকে দ্রুত কাজ করার শক্তি দিক। তার এখন সেটাই দরকার।校对:Sophie Chiang