# | ben | zhs |
---|
1 | স্লোভাকিয়া: স্বাধীন কসোভোকে স্বীকৃতি দানে অস্বীকৃতি | 斯洛伐克:拒承认科索沃独立 |
2 | ফেব্রুয়ারী ১৭,২০০৮ এ কসোভো প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে। এ পর্যন্ত জাতিসংঘের ১৯২ দেশের মধ্যে ৪৩টি দেশ কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে আছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর বেশীরভাগ ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমুহ। | 科索沃共和国于2008年2月17日宣布独立,联合国192个成员国中,已有43国承认其地位,包括美国、加拿大、澳洲、欧盟多数国家等,反对者除塞尔维亚之外,以俄罗斯为最。 |
3 | যারা বিরোধ করেছে তাদের মধ্যে সার্বিয়া ছাড়া উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়া। স্লোভাক সরকার কয়েক মাস আগে ঘোষণা করেছে যে তারা কসোভোর স্বাধীনতা স্বীকার করবে না। | 斯洛伐克政府于几个月前表明不会承认科索沃独立,外交部更进一步强调,不会承认科索沃独立政府核发的护照等任何文件,斯国部落客Peter Martinovic表示: |
4 | পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে যে তারা স্বাধীন কসোভোর পাসপোর্টসহ কোন নথী স্বীকার করবে না। পিটার মার্টিনোভিচ, একজন স্লোভাক ব্লগার লিখেছেন: | […]若科索沃人民踏上斯洛伐克领土,纵然拥有合法的申根签证,仍将受政府视为非法移民。[ …] |
5 | যদি কোন কসোভোর নাগরিক কোনভাবে স্লোভাকিয়া আসে তাকে বেয়াইনি অভিবাসী ধরা হবে তার কাছে কার্যকর (সেন্ঘেন) ভিসা থাকলেও। | |
6 | তাহলে কি হলো? | 如此该怎么办? |
7 | কেন স্লোভাকিয়া কসোভোর স্বাধীনতা স্বীকার করছে না যখন স্লোভাকিয়ার কাছের পড়শী যেমন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড আর হাঙ্গেরি করেছে? | |
8 | কেন স্লোভাকিয়ার মতো একটা দেশ যেখানের মানুষ কয়েক শতাব্দী শক্তিশালি রাজতন্ত্রের অধীনে ছিল আর যাদের নিজেদের স্বাধীনতা মাত্র ১৫ বছর হলো হয়েছে কসোভোর স্বাধীনতা স্বীকার করতে চায়না, যেখানের মানুষ জাতিসংঘের কথা অনুযায়ী বিশাল মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হয়েছে তাদের দেশের সংখ্যাগুরু সরকারের কাছ থেকে? | |
9 | মারটিনোভিচ নীচের ব্যাখ্যা দিয়েছে: কয়েকটি প্রশ্নের মধ্যে এটি একটি যেটি স্লোভাক রাজনৈতিক পরিস্থিতিকে ব্যাখ্যা করে। | 当捷克、波兰、匈牙利等国均承认科索沃,与这些国家关系密切的斯洛伐克为何否决? |
10 | হাঙ্গেরিয়ান সংখ্যালঘু দল ছাড়া অন্য সব রাজনৈতিক শক্তি (তারা শুধু ইউরোপিয়ান পন্থী হোক বা ভীষণভাবে ইউরোপিয়ান পন্থী হোক) কসোভোর স্বাধীনতার ব্যাপারটা অস্বীকার করছে। | |
11 | এটার মূল শুধুমাত্র ২০ শতকের চলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায়না, বরং সাধারণ মানুষের মধ্যে গুপ্তভাবে থাকা বোধ এটিই যে দেশের দক্ষিণে থাকা হাঙ্গেরিয়ান সংখ্যালঘুরা আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি হুমকি আর তারা বের হয়ে গিয়ে হাঙ্গেরির অংশ হতে চায়। | |
12 | আধুনিক স্লোভাকিয়া যে ভুমি নিয়ে গঠিত সেটি একসময় বিশাল হাঙ্গেরিয়ান রাজ্যের অংশ ছিল। স্লোভাকরা হাঙ্গেরিয়ান শাসনের অধীনে কয়েক শতক ছিল। | 斯国人民受强大帝国统治数百年,独立至今也仅15年,眼见科索沃人民在塞尔维亚政府统治下,遭受联合国所称的“大规模违反人权行为”,为何仍选择不承认科国? |
13 | এর মধ্যে অনেক বছর ব্যয় হয়েছে জাতিগত গোষ্ঠী হিসাবে অধিকার আর স্বাধীনতা পাওয়ার জন্যে। | Peter Martinovic提出的解释如下: |
14 | প্রথম বিশ যুদ্ধের পর চেকস্লোভাকিয়া গঠিত হয়েছিল। নতুন সীমান্ত যখন ঠিক করা হয় কিছু হাঙ্গেরিয়ান দেখলো যে তারা চেকোস্লোভাকিয়াতে আছে। | […]在科索沃问题上,斯洛伐克政治人物难得意见一致,除了匈牙利裔政党之外,政治人物无论是亲欧盟派或狂热亲欧盟派都主张拒绝承认科索沃独立,原因不只是20世纪历史,还包括大众潜在认为,[…]居住于南部的匈牙利裔少数族群威胁国家最重要利益,而且仍在计划脱离斯洛伐克、回归匈牙利。 |
15 | এখন হাঙ্গেরিয়ান সংখ্যলঘুরা স্লোভাকিয়ার ১০% জনসংখ্যা গঠন করে যার মধ্যে স্লোভাকিয়ার দক্ষিনের কিছু এলাকা আছে যাদের জনসংখ্যার ৪০% এর বেশি হাঙ্গেরিয়ান জাতিগত। মার্টিনোভিচ হাঙ্গেরিয়ানরা যে দেশ থেকে বেরিয়ে যাবে এই চিন্তার ভিত্তি নিয়ে কথা বলেছেন: | 现今斯洛伐克领土过去为匈牙利王国疆域,斯洛伐克受匈牙利统治数百年,期间不断争取权力与独立,捷克斯洛伐克于一次大战结束后成立,划定疆界后,部分匈牙利人却成为捷克斯洛伐克国民;今日匈牙利裔人口在斯洛伐克至少占10%,南部部分地区更高达四成。 |
16 | এটা ভিত্তিহীন আর কিছু রাজনীতিবিদদের প্রচারিত নোংরা জাতীয়তাবাদ এটা যা তাদের জন্য অল্প শিক্ষিতদের (কিন্তু অনেক) ভোট যুগিয়ে দেয় যদিও কিছু হাঙ্গেরিয়ান প্রতিনিধিদের ব্যবহার পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে সাহায্য করেনি। | |
17 | মার্টিনোভিচ বলে চলেন যে এই ব্যাপারটা তার ভালো লাগে না যে কসোভো কোন দেশের ভুমির জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ‘যারা স্বাধীনতার ঘোষণা দেবে কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া আর তার পরেও আন্তর্জাতিক সমাজ কর্তৃক স্বীকৃত হবে।' | |
18 | এখানে বিষয়টার প্রতি অন্য একটি দৃষ্টিভঙ্গী দেখানো হচ্ছে আস ইউরোপিয়ানস ব্লগে, ২৪ বছরের স্লোভাক ইয়ান যা বলেছেন: | |
19 | কসোভোর স্বাধীনতা পাওয়ার ইচ্ছা স্লোভাক সরকারের সমর্থন পায়নি। | Peter Martinovic也评估匈牙利裔人口脱离斯洛伐克的合法性: |
20 | আমরা মনে করি যে কসোভো সার্বিয়ার অংশ আর তার তেমনি থাকা উচিত ছিল। এটা দুই পক্ষের জেতার মতো কোন পরিস্থিতি না। | 这件事当然不可能,只是某些政治人物利用粗俗的民族主义,巩固大批教育水准较低的选民基础,有些匈牙利裔政治人物的行为也无助于安抚情况。 |
21 | দক্ষিনে আমাদের একই ধরনের পরিস্থিতি আছে কিছু স্থানীয় হাঙ্গেরীয় সংখ্যালঘুর কারনে যারা স্বাধীনতা চায়। আমরা স্লোভাকদের জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহনযোগ্য না। | 他还提到,不希望科索沃成为先例,让部分领土“未经中央政府同意下迳行宣布独立,却仍受国际社会认可”。 |
22 | আমরা যেভাবে চেক থেকে পৃথক হয়েছি তার সাথে এর কোন মিল নেই। রোমানিয়ায় অবস্থিত ব্লগার করিনা মুরাফা মন্তব্য করেছেন: | 24岁的斯洛伐克人Jan在Us Europeans部落格上,提出另一项看法: |
23 | এটা মনে হয় যেন এইভাবে বলা হচ্ছে ‘অবশ্যই সব মানুষ সমান, কিন্তু কিছু মানুষ অন্যদের থেকে একটু বেশি সমান।' যখন আমরা বিচ্ছিন্নতাবাদ পছন্দ করি - যে কোন কারনে- অবশ্যই আমাকে বলতে দিন। | 科索沃的独立愿望未获斯洛伐克政府支持,我们认为科索沃仍是塞尔维亚的一部分,这种情况无法双赢,斯国在南部也有类似情况,当地匈牙利裔少数族群希望追求独立,斯洛伐克人民绝无法接受,这和我们与捷克分离完全不同。 |
24 | যখন আমরা পছন্দ করিনা, সাথে সাথে আমরা দাবি করি ‘গল্প আলাদা' । বিচ্ছিন্নতা গ্রহন করা সম্ভব না, ইত্যাদি। | 现于罗马尼亚的部落客Corina Murafa认为: |
25 | ইউরোপের অনেক অংশে কসোভোর স্বাধীনতা একটা জ্বালাময়ী বিষয়। সব জাতিগোত্রের পক্ষে তাদের স্বাধীন ভুমি পাওয়া সম্ভব না। | 这就像是说:“人人当然平等,但有些人比他人更平等”,当我们支持分离主义运动,无论是什么理由,都觉得要简单解决,但不支持时,总会说“情况不同”、绝不能接受分离等等。 |
26 | প্রশ্ন ওঠে যে সংখ্যলঘুদের সাথে কি ধরনের ব্যবহার করা হয় আর দেশের সরকার তাদের কি ধরনের প্রতিনিধিত্ব করে, যাই হোক: আলোচনা সব সময় একটা ভালো জিনিষ। | 科索沃对许多欧洲国家都很棘手,各国不可能让所有族裔都各自独立,问题在于政府如何对待少数族群,他们在政府中有无适当代表等;不过对话几乎总是好事。 |