Sentence alignment for gv-ben-20090905-5811.xml (html) - gv-zhs-20090905-3661.xml (html)

#benzhs
1নেপাল: জলবায়ু পরিবর্তন নামক চ্যালেঞ্জকে হাতে নেওয়া জলবায়ু পরিবর্তন নেপালে এক আলোচিত বিষয়।尼泊尔:面对气候变迁挑战
2এক গবেষণা দেখাচ্ছে যে এই দেশটির অনেক লোক অনাহারের মুখে রয়েছে, কারণ দেশটিতে ক্রমাগত খরা ও হিমবাহ গলার লক্ষণ দেখা দিচ্ছে।
3যার ফলে দেশটির লক্ষ লক্ষ লোক হুমকির মুখে পড়ে গেছে।
4অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য এই দেশটি পর্যটন ও কৃষির উপর বিপুল পরিমাণ নির্ভরশীল।
5আবহাওয়া পরিবর্তন এখন এই দুটি খাতকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে। “আবহাওয়ার পরিবর্তন, নেপালে খাদ্যশস্য উৎপাদনের উপর নাটকীয় প্রভাব ফেলেছে।气候变迁今日在尼泊尔为一热门话题,研究显示,国内许多民众因久旱而面临饥荒,冰河融化也危及无数人身家安全,尼国经济相当倚赖观光业及农业,气候变迁将严重冲击两者。
6এর ফলে কৃষকরা নিজেদের খাওয়ার মতো খাদ্য শস্য উৎপাদন করতে পারছে না এবং তারা ঋণের ভারে জর্জরিত হচ্ছে”। অক্সফাম এক রিপোর্টে এ কথা বলেছে:慈善团体「乐施会」在一份报告中指出:「气候变迁模式会大幅影响尼泊尔粮作,迫使农民无法温饱与背负债务」。
7কার্নেগি এনডৌমেন্ট ফর ইন্টারন্যাশনাল পীস নামক প্রতিষ্ঠানের এক নবীন সভ্য চন্দন সাপকোটাক।
8তিনি মনে করেন নেপালের উচিত কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবের উপর দ্রুত মনোযোগ প্রদান করা।
9“দেরীতে আসা মৌসুমী বৃষ্টিপাত শস্য উৎপাদনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, যা এই দেশটির অর্থনীতির মেরুদণ্ড।
10কারণ দেশটির শতকরা ৭০ ভাগ লোক জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভর করে থাকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনপ্রতি আয়ের উপর এই ঘটনার এক বিশাল প্রভাব রয়েছে”।「卡内基国际和平基金会」(Carnegie Endowment for International Peace)资浅研究员Chandan Sapkota亦认为,气候变迁对尼泊尔农业造成的效应迫切需要关注:
11নেপাল-আইসল্যান্ড পিক (ইমজে তেসে)। হিমবাহের বরফ গলে নীচে পড়ছে।迟来的季风雨将使农业减产,农业为经济根基,逾七成人口以此维生,故对经济成长率及人均所得冲击颇大。
12ছবি ফ্লিকার ব্যবহারকারী ম্যাকএয়াসাভেজ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত
13আবহাওয়ার পরিবর্তন নেপালের আদিম হিমালয় পর্বতশ্রেণী ও তার আশেপাশে বসবাসরত সম্প্রদায়ের উপর এক গুরুতর প্রভাব তৈরি করছে।
14পামিল ভিশনের ব্লগার ফিল বাটলার হিমলায়ের হিমবাহ গলার বিপজ্জনক দিকের কথা আমাদের জানাচ্ছেন।
15কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবির সহকারে এক লেখায় তিনি গভীরভাবে গলতে থাকা হিমবাহ এবং এর ফলে যে হ্রদ তৈরি হচ্ছে সেই পরিস্থিতির গভীর বিশ্লেষণ করছেন।
16এতে যা দেখা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ।
17“এই উঁচু বরফ গলা হ্রদ (…), প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে।
18কোন সন্দেহ ছাড়াই বলা যায় কৃত্রিম উপগ্রহের ছবি আমাদের সামনে এর চেহারা উন্মোচন করেছে।
19এটি প্রমাণ করে গুরুত্বপূর্ণ এসব হিমবাহ গলছে। এটি প্রমাণ করে বিশ্বের জলবায়ু দ্রুতগতিতে বদলে যাচ্ছে।尼泊尔Imja Tse的冰河积雪,照片来自Flickr用户mckaysavage,依据创用CC授权使用
20এ এলাকার হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ, যারা এই হিমবাহের পানির উপর নির্ভরশীল তাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে।
21এই প্রভাব কতটা খারাপ হবে তা আমরা সঠিক ভাবে কল্পনা বা অনুমানও করতে পারি না”।
22নেপালের এই হিমবাহ গলার বিষয়টি অনেক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন দ্রুত গুরুত্বের সাথে নিয়েছে।
23যদিও কাঠমুন্ডু সরকার এর থেকে নিজের পা সরিয়ে নিচ্ছে।
24যখন কোন দীর্ঘ মেয়াদী পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা বলা হয়, তখন সরকার সেখান থেকে নিজেকে গুটিয়ে নেয়।
25জলবায়ু পরিবর্তন নেপালের পাহাড়ী গ্রামবাসী ও প্রতিবেশ পদ্ধতি বা ইকোসিস্টেমের উপর কি ধরনের প্রভাব ফেলছে, তা ওয়ার্ল্ড ওয়াইর্ল্ডলাইফ ফান্ড (ডাব্লিউ ডাব্লিউ এফ)-এর এই ভিডিও দেখাচ্ছে ।
26ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি), ইউএনএফপি- ও দি এশিয়া প্যাসিফিক নেটওয়ার্কের সাথে এক অংশীদারিত্বের মাধ্যমে তারা এই ভিডিওটি প্রকাশ করেছে।
27এই ভিডিও দেখাচ্ছে, পরিবেশ পরিবর্তনের ফলে নেপালের হিমবাহের উপর কি ধরনের প্রভাব তৈরি হচ্ছে।
28নেপালী সরকারের নিষ্ক্রিয়তা বাদে দিলেও, আন্তর্জাতিক সংগঠন যেমন ডাব্লিউডাব্লিউএফ এবং আইসিআইএমওডি দেশটির পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়ানো জন্য কাজ করে যাচ্ছে।
29দেশ জুড়ে এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য সারা দেশের অনেক নাগরিক ও তরুণ গ্রুপ বা দল গঠিত হচ্ছে। নেপালীজ ইয়থ ফর ক্লাইমেট এ্যাকশন, এ রকমই এক দল।原始喜马拉雅山脉及邻近社群也深受气候变迁影响,Phil Butler在Pamil Visions博客里,提到喜马拉雅山区冰河融化造成的危险,他搭配卫星照片,深入分析危险冰河与冰河湖水面升高情况,突显现况多么危急:
30তারা সারা বিশ্বে পরিবেশ দুষনের ক্ষেত্রে এক আদর্শ মান রাখার কথা বলছে।
31তারা আদিবাসীদের জ্ঞান ও শিল্প ব্যবহারের উপর গুরুত্ব প্রদানের মধ্য দিয়ে টেকসই উন্নয়নকে উৎসাহ দিচ্ছে।
32তারা দূষণ করে না বা পরিষ্কার জ্বালানীর উপর বিনিয়োগ করা ও পরিবেশের উপর নেপালীদের আরো সচেতনতা বাড়ানোর জন্য শোভাযাত্রা বের করে।
33বেসরকারী খাতের অনেকেই পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী বিষয়ের উপর প্রশিক্ষণ ও সম্পদ উন্নয়ন করে পরিবেশ উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।
34ভাজুমাহেশ রিপোর্ট করেছেন, পানস সাউথ এশিয়া-পিএসএ সাত দিনের (১৭ থেকে-২৪ আগস্ট,২০০৯) এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। এই কর্মশালার উদ্দেশ্য ছিল:这些高山冰河湖[…]水位不断高涨,有些已升高45%,卫星照片相当明显,重要冰河快速融化,进一步证明全球气候变迁不断加速,当地无数民众仰赖冰河水过活,他们将受的影响无法准确预测。
35“প্রচার ও অন্য যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণকারীদের পরিবেশ পরিবর্তন বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা তৈরি করা, আইসিটি টুলস প্রয়োগ করার মাধ্যমে স্থানীয়দের জন্য উন্নয়ন সূচিপত্র তৈরি করা, পারস্পরিক যোগাযোগ ও জ্ঞান বিনিময় করা, যাতে তারা স্থানীয়ভাবে বহুবিধ সূচি তৈরি করতে পারে, দক্ষিণ এশিয়ার পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে যে যোগাযোগ ঘটানো দরকার তার জন্য এই সমস্ত উদ্যোগ”।
36যখন নেপালী সরকার পরিবেশ রক্ষায় রাজনৈতিক লড়াইয়ের কারণে একপাশে দাঁড়িয়ে, তখন নেপালের প্রাইভেট সেক্টর ও অন্যান্য সাধারণ নাগরিকরা পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে করণীয় কাজে নেতৃত্ব প্রদানে এগিয়ে এসেছে।
37তারা সবাইকে দেখিয়ে দিয়েছে জনতার শক্তি আসলে কতখানি। Email尼泊尔冰河融化让许多国际环境团体都严阵以对,不过尼国政府对于气候变迁长期规划,却还在举棋不定。
38লিখেছেনBhumika Ghimire অনুবাদ করেছেন বিজয়「世界野生动物基金」(WWF)的影片记录在尼泊尔,气候变迁对山区生态系及居民的冲击: