# | ben | zhs |
---|
1 | কেনিয়া: কিবেরা সংবাদ নেটওয়ার্কের নাগরিক সাংবাদিকতা | 肯尼亚:贫民窟新闻网 |
2 | কেনিয়ার কিবেরা অঞ্চলের তরুণরা, যেটা পরিচিত আফ্রিকার সব থেকে বড় বস্তি হিসাবে, দৃঢ়কল্প যে তারা যে স্থানে থাকে তার অন্য এক চেহারা দেখাতে। হাতে ভিডিও ক্যামেরা নিয়ে, তারা গল্পের সন্ধানে ঘোরে বিশ্বকে দেখানোর জন্য যে কিবেরা নিজেকে কিভাবে দেখে। | 肯尼亚奇贝拉(Kibera)是非洲最大贫民窟,当地青年决定透过镜头,呈现不同的生活面貌,因此带着摄影机,穿梭在大街小巷里,带领世界用本地观点探索这个地点。 |
3 | এই প্রকল্প ২০১০ সালের এপ্রিলে শুরু হয়েছে মূলত: ম্যাপ কিবেরা আর কিবেরা কমিউনিটি ডেভেলপমেন্ট এজেন্ডা (KCODA) দ্বারা। এটি শুরু হয় মাত্র দুইজন তরুণ সাংবাদিক নিয়ে আর বর্তমানে ১৪ জন তরুণ কর্মরত আছে যারা ভিডিও রেকর্ড, সম্পাদনা আর ওয়েবে তুলে দেবার কাজ করে: কেবল তাদের নিজেদের ওয়েবসাইট কিবেরা নিউজ নেটওয়ার্কেই না বরং ভয়েস অফ কিবেরাতেও যেটি একটি সাইট যারা তাদের ভিডিও আর অন্যান্য খবর যা মানুষ এসএমএস আর অন্যান্য মাধ্যমে পাঠায় সেগুলোকে মানচিত্রে দেখায়। | 这项计划始于2010年4月,由Map Kibera及Kibera Community Development Agenda (KCODA)两个组织合作促成,起初成员只有两名年轻记者,如今已扩至14位年轻人,自行拍摄、编辑与上传影片至網絡上,不只公布在官方网站,也提供内容给“奇贝拉之声”,这个网站透过地图标记,呈现民众透过手机简讯和其他媒介的影片与新闻。 |
4 | কেনিয়ার কিবেরা সংবাদ নেটওয়ার্ক | 肯尼亚奇贝拉新闻网 |
5 | ভিডিওগুলোর বিষয়বস্তুর অনেক ভিন্নতা রয়েছে: চাকরির নিশ্চয়তা বিষয় থেকে আগুণের দূর্ঘটনা, ট্রেন দূর্ঘটনা আর সাংস্কৃতিক অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মকান্ড। উদাহরণস্বরুপ, নিচের এই ভিডিওতে দেখা যায় দুইজন তরুণ কিবেরার জন্য অদ্ভুত একটি জীবিকা শুরু করেছে: তারা একটা বিউটি স্যালুন চালায়, যেখানে ম্যানিকিউর থেকে চুলের স্টাইলিং হয়: | 其中内容五花八门,包括就业问题、通报失火或火车事故、文化活动、政治事件等,例如在以下影片中,记录两位年轻人在奇贝拉走出不同创业路,开设与经营一间美容沙龙,提供美甲、美发等服务: |
6 | পরের এই ভিডিওতে আমরা কেভিন উরুঙ্গুর কাছে যাই যিনি তার শিল্প কর্ম দিয়ে জীবিকা নির্বাহ করেন: | 另一段影片主角为Kevin Irungu,他以艺术维生: |
7 | উপরের দুটি উদাহরন দেখায় কিভাবে শৈল্পিক চিন্তা আর পরিশ্রমে ফল হয়। তবে কিবেরার অন্যদের জীবিকা নির্বাহের নিত্য সংগ্রামও দেখিয়েছে যেমন এই ধোপাদের যারা কঠিন পরিশ্রম করেও অনেক সময় সঠিক পারিশ্রমিক পায়না: | 以上两段影片都证明,只要有创意与努力,终会有代价,不过对奇贝拉其他民众而言,求生始终不容易,例如许多洗衣女工辛勤工作,有时却拿不到报酬: |
8 | কিবেরাতে, স্বাস্থ্য গুরুত্বপূর্ণ একটি বিষয়: খোলা নর্দমা আর বাড়তে থাকা জনসংখ্যার মানে হল যে ছোঁয়াছুঁয়ি লেগে অসুখ বাড়তে পারে দ্রুত। | |
9 | এর সাথে যোগ হয় যে অনেক মানুষের কাছে আর্থিক সামর্থ নেই ঔষধ কেনার যার ফলে যে কোন অসুখ সহজে মহামারির আকার নিতে পারে: | 卫生在奇贝拉是件重大问题,露天下水道和人口稠密导致传染病散播迅速,此外,许多民众没有余钱治病,让疫情很容易扩散: |
10 | আপনি আরো ভিডিও দেখতে পারেন কিবেরা নিউজ নেটওয়ার্কের সাইট বা তাদের ইউটিউব চ্যানেলে। | 更多影片请见“奇贝拉新闻网”网站或YouTube频道。 |