Sentence alignment for gv-ben-20100309-9825.xml (html) - gv-zhs-20100305-4771.xml (html)

#benzhs
1উগান্ডা: ভূমিধসে শত শত লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে乌干达:土石流恐造成无数死伤
2পূর্ব উগান্ডাতে সোমবার (পহেলা মার্চ, ২০১০) বিকালে এক ভূমিধসের ফলে ৮০ জন নিহত আর ৩০০ জনের বেশী নিখোঁজ আছেন।
3একদিনের প্রচন্ড বৃষ্টির ফলে সংঘটিত এই ভূমিধসে, বুদুদা জেলার তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়েছে আর ২০০০ এর বেশী লোক তাদের বাড়ি থেকে স্থানচ্যুত হয়েছেন।
4বুধবার (৩রা মার্চ, ২০১০) সকাল পর্যন্ত, বেঁচে থাকা লোকের সন্ধান চলছে। উগান্ডার দৈনিক মনিটর জানিয়েছে যে দেশের পুরো পূর্বাঞ্চল থেকে বন্যার খবর আসছে, যার ফলে স্কুল বন্ধ রাখা হচ্ছে আর রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না।乌干达东部因暴雨,于3月1日晚间发生土石流,掩埋Bududa地区三个村落,至少造成80人丧生、逾300人失踪、超过2000人流离失所,至3月3日早上,搜救行动仍在进行。
5বৃষ্টি চলতে থাকবে বলে মনে করা হচ্ছে, আর রয়টার জানিয়েছে যে উগান্ডার কর্তৃপক্ষ ভয় পাচ্ছে যে বন্যা আর ভূমিধসের ফলে আরো পাঁচটি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার পূর্ব উগান্ডাতে ভূমিধসের ফলে তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়ে।当地报纸《Daily Monitor》报导,东部各地都出现洪水,迫使学校停课、道路瘫痪,降雨预估还会持续,国际通讯社路透社指出,乌国官员担心水患与土石流可能会再影响五个区域。
6ছবি ফেসবুক থেকে অ্যাপোলোর সৌজন্যে।乌干达东部土石流造成三座村庄一片泥泞,照片来自Facebook用户Apollo
7উগান্ডার ব্লগার রোজবেল ভাবছেন যে সরকার মানুষকে ওই এলাকাতে সরাতে আরো বেশী কিছু কেন করেনি:博客Rosebell质疑,为何政府没有更尽力帮助民众脱困:
8প্রায় ৫০,০০০ মানুষ আছে, যাদের কেউ কেউ আগের আগ্নেয়গিরির ধারেকাছে আশ্রয় নিয়েছেন, যারা নিয়মিত ভূমিধসের স্বীকার হন।
9প্রতি বছর বর্ষাকালে উগান্ডার এই অঞ্চলে মৃত্যু ঘটে কিন্তু একমাত্র উদ্যোগ হল মানুষকে সরানোর জন্য জাতীয় উদ্যানের সংরক্ষণ।
10সরকারের তরফ থেকে আসলেই তেমন কোন উদ্যোগ ছিলনা এই মানুষদেরকে উদ্বুদ্ধ করে অন্য জীবিকার জন্য রাজি করানোতে। যে স্থানে অনেকে চাষের উপরে নির্ভর করেন সেখানে আগ্নেয়গিরির উর্বর ভূমি থেকে তাদেরকে সরানো বেশ কঠিন ব্যাপার।当地估计约有五万住民,有些民众紧邻死火山而居,时常面对土石流威胁,每到雨季,这个地区会传出伤亡,但政府唯一策略只有保护国家公园,希望民众迁离。
11তাই তারা এক এক দিন করে বাঁচেন আর আশা করেন যে পরের বর্ষাকাল পর্যন্ত তারা টিকে যাবেন। মধ্য উগান্ডা থেকে, যেখানে বৃষ্টি কম বিপদজনক, গে উগান্ডা লিখেছেন:政府并未真正努力找到其他方式,无法说服民众接受别的生活模式,许多居民在当地务农,要他们放弃肥沃的火山土并不容易,所以他们得过且过,只盼望能撑过下个雨季。
12যে বৃষ্টির আমি আনন্দ নিচ্ছি তা আমার মানুষের বিপদের কারন হচ্ছে। আমি কেবল প্রার্থনা করতে পারি।乌干达中部较不受雨势威胁,Gay Uganda提到:
13আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু বৃষ্টি তার আর্শীবাদ আর বিপদ নিয়ে আসে। দারুণ ফলন খুশি হওয়ার মতো একটা ব্যাপার।我欣然接受的雨水,却造成同胞恐难,我只能祈祷,各位明白我的意思,我喜欢下雨,但水能载舟、亦能覆舟,唯一值得庆祝之事也许只有丰收,但也造成大量民众死亡,不过生活还是得继续下去。
14জীবন হারানো- কিন্তু অদ্ভুত, জীবন চলতে থাকে।