Sentence alignment for gv-ben-20100805-12164.xml (html) - gv-zhs-20100731-5775.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: বিদেশী বিনিয়োগ হ্রাস马来西亚:外来直接投资下滑
2২০১০ সালের জাতিসংঘের বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত রিপোর্টে মালয়েশিয়ার অর্থনীতি সম্পর্কে সে দেশের নাগরিকের বিশদ জানার সুযোগ হয়েছে: ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদেশী বিনিয়োগ প্রায় ৮১% হ্রাস পেয়েছে (২০০৮ সালে ৭.联合国最近发表「2010全球投资报告」,让马来西亚民众瞭解国家经济情况,从2008年至2009年,马国外来直接投资从73.
3৩২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০০৯ সালে ১. ৩৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে)।2亿美元跌至13.8亿美元,重挫81%。
4সংবাদ পোর্টাল মালয়েশিয়াকিনি এই ব্যাপারটিকে সহজভাবে প্রকাশ করেছে:新闻入口网站Malaysiakini简而言之:
5News portal Malaysiakini explained it in simpler terms: ২০০৯ সালে বিদেশী বিনিয়োগের পরিমাণ ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত গড় বিনিয়োগের হারের অর্ধেকেরও কম।相较于1995年至2005年平均外来直接投资,2009年外资已剩下不到一半,而且那十年间,还包括自1997年亚洲金融风暴后的漫长复原期。
6উল্লেখ্য ওই সময়টা ১৯৯৭ সালের অর্থনৈতিক মন্দা থেকে উত্তোরণের সময় ছিল।在野的民主行动党国会议员Tony Pua说明这项数据的意义:
7ডেমোক্রাটিক অ্যাকশন পার্টির নেতা টনি পুয়া তার ব্লগে বুঝিয়েছেন যে এই পরিসংখ্যান এর মানে কি:一,马国吸引外资金额首度落后菲律宾。
8১) ইতিহাসে এই প্রথমবার মালয়েশিয়া ফিলিপাইন্স থেকে কম বিনিয়োগ পেয়েছে।二,相较于2008年,马来西亚外资跌幅居东南亚之冠。
9২) ২০০৮ সালের সাথে তুলনা করলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী বিনিয়োগ হ্রাস হয়েছে মালয়েশিয়ায়।三,东南亚地区只有马来西亚的外来直接投资净额为负成长。
10৩) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই একমাত্র রাষ্ট্র যেখানে মোট ঋণাত্মক বিদেশী বিনিয়োগ দেখা গেছে।四,流出外资总额首度超越流入外资。
11৪) এই প্রথম বহির্গামী বিনিয়োগের সমষ্টির চেয়ে অন্তর্গামী বিনিয়োগের সমষ্টি কম হয়েছে। ৫) ২০০১ সালের কথা বাদ দিয়ে (যখন বিনিয়োগ ছিল মাত্র ০.五,过去20年间,除了2001年仅吸引5.
12৫৫ বিলিয়ন মার্কিন ডলার), গত বিশ বছরে এই প্রথম আমরা ২ বিলয়ন মার্কিন ডলারের চেয়ে কম বিদেশী বিনিয়োগ পেয়েছে।5亿美元外资的例外,这是我们吸收的年度外资总额首次低于20亿美元。
13মালয়েশিয়াকিনির রেজিনা লি এ বিষয়ে র‍্যাম হোল্ডিং গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ইয়েহ কিম লেঙ্গ এর মন্তব্য তুলে ধরেছেন:Regina Lee在Malaysiakini引述RAM控股集团首席经济学家Yeah Kim Leng的评论内容:
14…মালয়েশিয়া থেকে যদি এই বিনিয়োগগুলো তার প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়ে থাকে এবং তা আরও প্রযুক্তি সম্বলিত এবং উন্নতমানের বিনিয়োগে লাগান হয়ে থাকে তাহলে আমরা এই অঞ্চলে এগিয়ে থাকার অবস্থান থেকে পিছিয়ে পরব। বিশেষ করে যখন আসিয়ান আঞ্চলিক অর্থনৈতিক সহায়তার উপর জোর দিচ্ছে।…若外资选择前往邻国,例如高产值类别、科技类别等,马来西亚就等于错失担任区域枢钮的机会,尤其东协大力推动区域经济合 作,外资减少代表国家升级情况不足,最后可能会「地基掏空」,导致工业化幅度衰退。
15বিদেশী বিনিয়োগ হ্রাসের এই ধারা অব্যাহত থাকলে আমরা আমাদের বিনিয়োগকে সমৃদ্ধ করতে পারব না এবং ছিটকে বেড়িয়ে যেতে হবে প্রতিযোগিতা থেকে। এটি শিল্পোন্নয়নকে বাধাগ্রস্ত করবে।短期而言,马国可能会流失技术及非技术劳工,就中长期而言,我们必须争 取高产值及技术导向投资,才能再度领先邻国,否则马来西亚可能会陷入「中层所得国家」类别而无法脱身。
16সংক্ষেপে বলতে গেলে মালয়েশিয়া তার দক্ষ ও অদক্ষ শ্রমিক হারাবে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে আমাদের উন্নত বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সহায়তা নিতে হবে আমাদের পড়শিদের সাথে প্রতিযোগিতায় আমাদের এগিয়ে থাকা অবস্থানে ফেরত আনতে।不过国内通讯社Bernama报导,政府国际贸易暨产业部发表声明,指称「在2010年第一季,外来直接投资金额几乎等同于2009年全年」,部长Datuk Seri Mustapa Mohamed在报导中表示:
17মালয়েশিয়া হয়ত মাঝারি-আয় সম্বলিত দেশে পরিণত হবে।在2010年元月至三月,外来直接投资金额达50.
18তবে, মালয়েশিয়ার সংবাদ এজেন্সি বেরনামা রিপোর্ট করেছে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় (মিটি) একটি বাণী প্রকাশ করেছে যে “২০১০ সালের প্রথম তিন মাসে বিনিয়োগ ২০০৯ সালের বিনিয়োগের সমান।”6亿马币,而2009年全年则为56.6亿马币。
19মন্ত্রী দাতুক সেরি মুস্তাফা মোহামেদ এই রিপোর্টে বলেছেন: জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বিদেশী বিনিয়োগ ৫.《星报》访问CIMB控股集团执行长Datuk Seri Nazir Razak,他认为:
20০৬ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতে দাঁড়িয়েছে, যেখানে সমগ্র ২০০৯ সালে বিনিয়োগ ৫.投资净额减少不一定是坏事…还得分析投资品质与投资时间点。
21৬৬ বিলিয়ন মালয়োশিয়ান রিঙ্গিত ছিল।联合国驻马来西亚专员Kamal Malhotra指出:
22তবে, দ্যা স্টার পত্রিকা বলেছে যে সিআইএমবি গ্রুপ হোল্ডিংসের সিইও দাতুক সেরি নাজির রাজাক বলছে: এর মানে না যে কম বিনিয়োগ ফ্লো…আমাদের দেখা উচিৎ এই বিনিয়োগের গুণাগুণ সম্পর্কে এবং এর যুগোপযোগিতার ব্যাপারটিও খেয়াল রাখতে হবে।虽然在「新经济政策」与「马来西亚第十号计划」中,均已试图处理投资与民间参与经济幅度减少的问题,马国的难题在于未来五至十年内,如何能落实庞大远景与计划内容。
23জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর কামাল মালহোত্রা এর উপসংহার টেনেছেন এই ভাবে:校对:Soup
24যদিও ক্রমহ্রাসমান বিনিয়োগ এবং অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান কমে আসার ব্যাপারটি ১০ মালয়েশিয়ান অর্থনৈতিক নীতিতে বিবেচনায় আনা হয়েছে, মালয়েশিয়ার জন্যে চ্যালেঞ্জ হিসেবে থাকবে এই নীতিকে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাস্তবায়ন করা।