Sentence alignment for gv-ben-20140322-42340.xml (html) - gv-zhs-20140401-13394.xml (html)

#benzhs
1“ঘরে ফিরে আয় মালয়েশিয়া এয়ারলাইন্স-এর বিমান এমএইচ৩৭০”马航370 赶快回家吧
2কুয়ালালামপুরের ইন্ডিপেনডেন্ট স্কোয়ারে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানযাত্রীদের জন্য প্রার্থনা।在吉隆坡的独立广场里,人们正为马航失联班机的乘客举行守夜活动。(
3ছবি আশরাফ রশিদের, কপিরাইট @ডেমোটিক্সের (৩/১০/২০১৪)图片由Asyraf rasid;Demotix版权所有3/10/2014)
4এই বিমানটির এই রকম রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে অজস্র তত্ত্ব প্রদান করা হচ্ছে; কিন্তু এখন পর্যন্ত সরকারি কর্মকর্তারা না পেরেছে এমএইচ৩৭০-এর অবস্থান নির্ধারণ করতে, না পেরেছে বিমানটির ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোন সিদ্ধান্তপ্রদান মূলক ব্যাখ্যা প্রদান করতে।2014年3月8日,马来西亚航空班机370,从吉隆坡前往中国北京的途中与机场管制部门失去联系,机上的239位乘客行踪成谜。 纵使外界对于飞机神秘消失有许多不同的猜测,但至今马来西亚政府仍未找出马航370现在的位置和解释这次事故的原因。
5এমএইচ৩৭০-এর যাত্রী এবং ক্রুদের পরিবার এবং বন্ধুদের জন্য সপ্তাহ উদ্বেগের সাথে কাটছে।这一周可是马航370机上乘客和机组人员的亲人及朋友的恶梦,他们为通报消息太少而感到失望和愤怒。
6এম এইচ ৩৭০ বিষয়ক যথেষ্ট তাজা সংবাদ থাকা না পাওয়ায় অনেকে তাদের হতাশা ব্যক্ত করেছে এবং এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে।有些在网络上发表他们的感受,Lokman Mustafa说他希望能够再次看到他亲爱的妹妹: 在这个艰难的时期,我在同事、亲属和朋友之间得到了鼓励和慰问
7অনেকে এই বিষয়ে তাদের অনুভূতি তুলে ধরার জন্য সাইবার স্পেসে প্রবেশ করেছে।但老实说,我们已经准备好接受真主的旨意,无论是好或坏。
8যেমন লোকমান মুস্তাফা আশা করছে সে আবার তার প্রিয় বোনটিকে দেখতে পাবে:>我的妹妹很善良,如果真的发生不幸的事,我想我会很想念她。 难道这是我和我最亲爱且年纪最小的妹妹最后的告别?
9এই প্রচেষ্টার সময়, আমার সহকর্মী, আত্মীয় ও বন্ধু যারা আমাকে এবং আমার পরিবারকে উৎসাহ এবং সান্ত্বনা প্রদান করছে, তাদের কথায় আমি স্বস্তি এবং শক্তি খুঁজে পাচ্ছি।我相信时间会解释这一切。 Maira Elizabeth Nari的父亲是马航370上的男空服长,她很希望能再次与她父亲团聚。
10কিন্তু বাস্তবিকই, আমরা আল্লাহ-এর ইচ্ছার জন্য প্রস্তুত, তা সে ভালো বা খারাপ যে সংবাদ হোক না কেন।另外,她很感谢大家对她的支持。
11আমার বোন এক দয়ালু হৃদয়ের মানুষ, আর যদি সবচেয়ে খারাপ কিছু ঘটে তাহলে আমি হৃদয় দিয়ে এই বোনটির অভাব অনুভব করতে থাকব।I miss him so much. Sigh.. - .
12আমি কি আমার বোনকে শেষ বিদায় জানাচ্ছি, আমার ভাইবোনদের যে সবচেয়ে ছোট?(@Gorgxous_) March 13, 2014
13সময় বলে দেবে।唉,我非常想念他!
14মারিয়া এলিজাবেথ নারি, যার পিতা এমএইচ৩৭০ বিমানের চীফ স্টুয়ার্ট, প্রায়শ সে তার পিতার সাথে আবার একত্রিত হবার তীব্র ইচ্ছে জানিয়ে টুইট করছে।You know what makes me keep on going?
15Supportive family members, friends & all of you who never stop giving positive support and prayers. - .
16পাশাপাশি যারা তার প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছে, তাদের সবাইকে সে ধন্যবাদ জানিয়েছে।(@Gorgxous_) March 9, 2014
17আমি তার অভাব অনুভব করছি।你知道是什么能让我继续往前吗?
18হায়…是家人、朋友和你们不断地支持和祈祷。
19জানেন কি কোন বিষয়টি আমাকে এখনো সচল রেখেছে?看完Maira的推特后,Ceekay觉得很感动:
20আমার পরিবারের সদস্য, বন্ধু এবং সকলের সমর্থন, যারা কখনো ইতিবাচক সমর্থন প্রদান করা এবং প্রার্থনা করা থেকে বিরত থাকেনি।昨天看完安德鲁的女儿所写的,我不禁流下了眼泪。 回想上次跟他见面的时候,正如大家所说的,我们分手了。
21মারিয়ার টুইটার পোস্টের দ্বারা চেকিয়া আপ্লুত:但我跟大家一样,认为我们将会在其他航班上遇见。
22এন্ড্রুর কন্যা গতকাল যে সব টুইট করেছে, তা পড়ে আমার চোখে পানি চলে এসেছে, বিশেষ করে যখন আমি শেষবার তার সাথে দেখা হবার বিষয়টি স্মরণ করি এবং আমাদের মধ্যে যে আলাপচারিতা হয় যেমনটা আমাদের এবারের আলাপের ভিত্তিতে অন্য অনেকের মত আমি নিশ্চিত ছিলাম যে অন্য কোন বিমান যাত্রায় আবার আমাদের দেখা হচ্ছে।马航370的事件让很多马来西亚国民团结起来,一起去支持失踪者的亲属和朋友。 Razlina Yakub希望奇迹的来临:
23এমএইচ৩৭০ বিমানের যাত্রীদের আত্মীয় এবং বন্ধুদের জন্য অনেক মালয়েশীয় নাগরিক একত্রিত করতে এবং তাদের প্রতি একাত্মতা প্রদর্শনে উৎসাহিত করেছে।我希望所有马来西亚国民对于马航370保持乐观正向的心态。 但更重要的是要继续地祈祷,不要灰心绝望,不要放弃。
24রাজলিনা ইয়াকুব এক অলৌকিক ঘটনা ঘটার প্রত্যাশায় রয়েছে:我相信奇迹,并且会降临的。
25আমি আশা করি সকল মালয়েশীয় নাগরিক এমএইচ ৩৭০ সম্বন্ধে বিস্ময়কর সুন্দর কিছু কল্পনা করছে।当外界有这么多的猜测,倒不如就让我们一起祈求奇迹的来临,我们的马航370会安然无恙地回来的。 Santhini Subramanyah勉励大家继续地等待:
26কিন্তু সর্বোপরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রার্থনা বন্ধ না করা, আশা ত্যাগ না করা, হাল না ছাড়া।这是特别写给马航370机上乘客的家属,无论发生了什么事,不要灰心,要坚强! 我相信你所爱的人也是这样想。
27আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করি, আলৌকিক ঘটনা ঘটে।#PrayForMH370 让网民去对马航370机上乘客的家属表达支持和慰问。
28যখন নাগরিকদের এই বিষয়ে বিভিন্ন ধরনের অনুমান রয়েছে, আসুন আমরা এক অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করি, এবং আমাদের এমএইচ৩৭০ ফিরে আসবে নিরাপদে এবং ঠিকঠাকমতো।“Please Share Your Prayers for #MH370” pic.twitter.com/MfpvmETNmZ
29সানথিনি সুব্রামানিয়া সবাইকে আশাবাদ জিইয়ে রাখার আহ্বান জানাচ্ছে:- BERNAMA Radio24 (@bernamaradio24) March 13, 2014
30এই লেখাটি সেই সব আত্মীয়দের উদ্দেশ্য উৎসর্গকৃত, যারা মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান এমএইচ৩৭০-এর যাত্রী।This is nice.
31যা কিছু ঘটুক না কেন আশার রশিটি যেন আমরা ছেড়ে না দেই। মনে জোর রাখি।#PrayForMH370 pic.twitter.com/DKKEzO1YnG
32আমি বাজি রেখে বলতে পারি আপনার প্রিয়জন চাইত আপনি যেন এ রকম দৃঢ় থাকুন।- YasminNorah (@YasmineHaron) March 13, 2014
33এমএইচ৩৭০-এর যাত্রীদের আত্মীয় স্বজনকে স্বস্তি ও সমর্থন প্রদানের জন্য নেট নাগরিকরা #প্রেফরএমএইচ৩৭০ নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে।TOUCHING PHOTO: #MH370 projected onto a building in Shanghai Wednesday.
34আপনারাও প্রার্থনায় যোগ দিন#PrayForMH370 #MalaysiaAirlines pic.twitter.com/dNMvuCF6Dm
35এটা বেশ সুন্দর দয়া করে নিরাপদে থাক- Missing Flight MH370 (@ClubSkygeng) March 13, 2014
36হৃদয়গ্রাহী ছবিঃ বুধবার সাংহাই-এ এক ভবনে #এমএইচ৩৭০ কে নিয়ে গ্রহণ করা এক প্রকল্প।译者:Lilian 校对:Fen