# | ben | zhs |
---|
1 | ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা | 消费责任網絡影片竞赛得主出炉 |
2 | চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে। | |
3 | ইকোডেস এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার আয়োজক। | |
4 | স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে। | 第四届国际消费责任文化網絡短片竞赛已选出优胜者,这项比赛由ECODES及西班牙阿拉贡(Aragon)地区政府举办,开放西班牙及拉丁美洲的西语创作者参加,最后在10部决赛作品中,由来自哥伦比亚的参赛影片胜出。 |
5 | এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে। নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও। | 十部决赛作品来自西班牙、巴西及哥伦比亚,以下是得奖作品The Recicleta,呈现若要以符合生态的方式生存,就得采取激烈但必要的行动。 |
6 | এর নাম দি রিসিসেলেটা। এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে। | 以下是部分决选作品,下一段影片题为“塑胶”,来自西班牙Zaragoza地区,以有趣方式呈现,光是购物用塑胶袋就能占领住家,我们在公寓里能把塑胶袋拨开,但无法让它离开地球: |
7 | পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও। পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক। | 来自巴西的Individual Choice也入围决赛,介绍该如何改善或改变日常生活的决定,才能对环境更加负责: |
8 | এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে। এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে। | 若要浏览其他入围作品,并瞭解影片及创作者想表达的概念,请见此。 |
9 | আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না। | |
10 | ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল। | 校对:Soup |
11 | এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব: | |
12 | অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় জানতে পারবেন। | |