# | ben | zhs |
---|
1 | গায়ানা: জর্জটাউন বন্যার পানিতে ডুবে গেছে | 圭亚那:皇后镇水患 |
2 | “এই দেয়ালের পেছনেই দেমেরারা ক্রিকেট ক্লাব, অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়.. | |
3 | এটা মনে হয় এখন হ্রদে পরিনত হয়েছে।”, মন্তব্য করছেন গায়ানায় অবস্থানরত ত্রিনিদাদের ফ্লিকার ইউজার সেনেট। | |
4 | উপরোক্ত ছবির ক্যাপশনে তিনি আরও লিখছেন: আজ সকালে উঠে দেখি আমার বাড়ীর গেট পর্যন্ত পানি। | Flickr用户Chennette是位居住于盖亚那的特立尼达人,他在上图图说里写道:“墙后是Demerara板球俱乐部的会址,通常只要下小雨,场地就会变成水塘,…现在应该已经是座湖了吧。” |
5 | সারা শহরেই এই অবস্থা, কারও কারও নীচতলার মেঝে পানিতে সয়লাব। | |
6 | কিছু এলাকায় পানির লেভেল এত উচু নয়, যেমন কুইন্সটাউন। | 他还表示: |
7 | কিন্তু আমি সেখানে গাড়ী চালিয়ে যাবনা যেখানে বোঝা যায়না কোথায় খাল শেষ হচ্ছে বা কোথায় রাস্তা শুরু হচ্ছে। না দেখে হোঁচট খাওয়ার আশংকাটিও রয়েছে.. | 今天早上起床,发现水已淹至大门,整座城镇都泡在水里,住在一楼的人们都得涉水,皇后镇等地区的地势并不太高,当我分不清 河道与 马路在哪里时,我绝不会开车出门,而且有些地方积水不知已达几英尺;现在还不至于到2004年12月及2005年1月淹水的地步,但我在想也不无可 能… |
8 | এটি তবুও ডিসেম্বর ২০০৪-জানুয়ারী ২০০৫ সালের বন্যার মত নয়.. কিন্তু সেটার কথাই মনে আসছে…. | Chennette晚间透过FlickrMail表示,“大水并未淹没整座城市,许多地区积水也退,但皇后镇淹水情况依然,一点都没变,我不希望夜里又下起雨”。 |
9 | আজ সন্ধ্যায় সেনেট ফ্লিকারমেইলের মাধ্যমে জানাচ্ছে “পানি শহরের সব স্থানে এখনও ছড়ায়নি এবং অনেক জায়গায় নেমে যাচ্ছে, তবে কুইন্সটাউনের সেই স্থানটুকুর পরিবর্তন একটুও হয়নি। | |
10 | আমি এখন আর রাতভর বৃষ্টি চাচ্ছি না।” | |