# | ben | zhs |
---|
1 | জাপানঃ আত্মহত্যার তরঙ্গোচ্ছ্বাস | 日本:硫化氢自杀潮 |
2 | আত্মহত্যার জন্য ব্যবহৃত উপকরণ ও নিয়ম এবং এর শিকার ব্যক্তিবর্গের বিস্তারিত বর্ণনাসহ বিগত কয়েক সপ্তাহ যাবত জাপানী মিডিয়া ব্যাপকভাবে হাউড্রজেন সালফাইড গ্যাস দ্বারা সংগঠিত আত্মহত্যার বিবরণ প্রচার করছে। | |
3 | সাম্প্রতিক প্রতিবেদনগুলো এত বিস্তারিত ও রোমাঞ্চকর হয়েছে যে জাপান সুইসাইড প্রিভেনশন এসোসিয়েশন প্রতিবেদন প্রচারে আরো সতর্ক হবার জন্য প্রচার সংস্থাগুলোকে অনুরোধ করেছে (জাপানীতে)। | 过去几周日本媒体大量播报自制硫化氢自杀新闻,内容详载制作成分与步骤以及死者背景。 |
4 | এই বিস্ময়কর ঘটনা জাপানী ব্লগারদের এ বিষয়ে আলাপ করতে আলোড়িত করেছে যেখানে তাদের বিভিন্নমুখী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছেঃ ব্লগার মিসুটো সাম্প্রতিক এই প্রবনতা বিষয়ে মন্তব্য করেছেনঃ | 近日媒体针对自杀所做报导太过泛滥与耸动,日本自杀防制协会(Japan Suicide Prevention Association) 要求媒体谨慎处理新闻。 |
5 | প্রতিদিন ৯০ জন মানুষ আত্মহত্যা করছে। বছরে ৩০ হাজার! | 这股自杀歪风引起日本博客讨论,各持有不同意见。 |
6 | আপাতদৃষ্টিতে আত্মহত্যার প্রধান কারণ হতাশা। এটা ঠিক যে এই সংখ্যা শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বাধিক। | 博客Misuto 对这个现象表示: |
7 | যাই হোক, এটা ব্যাপক, আমি বিষ্মিত। সম্প্রতি হাইড্রজেন সালফাইড গ্যাসের মাধ্যমে আত্মহত্যার বেশ কিছু খবর শোনা গেছে। | 一天将近90人自杀 一年近3万人 自杀原因第一名为忧郁症 当然这在先进国家中算最高的 总之,数字之大让我很惊讶 最近关于自制硫化氢自杀的新闻报导相当多 我希望自杀的人数会下降… |
8 | আশা করবো আত্মহত্যার সংখ্যা ক্রমশ কমে যাবে। ব্লগার হাকোবি লিখেছেনঃ | 博客hakobe写道: |
9 | আত্মহত্যা প্রতিরোধ করার জন্য (যার অর্থ মানুষকে বাঁচতে চাইতে শেখানো) একজন মানুষের আসল অনুভূতি দরকার। এবং তার বেঁচে থাকা সমাজ ও মানুষের চাইতে হবে, আমি মনে করি। | 预防自杀(=让人们想活下去) 必须让人觉得自己是必要的 同时必须让人觉得有些人需要自己 (如社会、世人…等等) 我是这么认为 |
10 | শুনেছি হাইড্রজেন গ্যাসের মাধ্যমে সংগঠিত আত্মহত্যার পরিমাণ দিন দিন বাড়ছে। যদিও রাসায়নিক পদার্থসমূহ এবং সেই সাথে কিভাবে হাইড্রজেন সালফাইড গ্যাস তৈরী করা হয় সে সম্পর্কিত তথ্যাবলী তুলে নেয়া হচ্ছে, হয়তো “হাইড্রোজেন সালফাইডের” মাধ্যমে “এখন” সংগঠিত আত্মহত্যার পরিমাণ “কমানোর” ব্যর্থতা মোচনের এটাই একমাত্র অবলম্বন। | 我听说自制硫化氢自杀案例增加许多 尽管有人提议应排除化学物取得方法与制造硫化氢的情报, 不过这也只是权宜之计,「可能」减少「目前」使用「自制硫化氢」自杀的人数。 |
11 | কোন ব্যাপার না যতই প্রতিরোধ ব্যবস্থা নেয়া হোক না কেন, সমাজ যদি এখন যেমন আছে তেমনই থাকে সম্ভাব্য আত্মহত্যার ঘটনা বোধহয় কমবে না। | 不管采取何种手段,如果社会不改变,自杀危险群的数字不可能减少。 |
12 | প্রচার মাধ্যমে যেভাবে বিষয়টা পরিচালনা করা হচ্ছে তা নিয়ে অনেক ব্লগারই সমালোচনামুখর। | 东京地方自治单位所张贴的反自杀海报:「我们要你活下去」 |
13 | এই ব্লগার পরামর্শ দিয়েছেন যেন প্রচার মাধ্যম আত্মহত্যার সব খবর প্রদান বন্ধ করে দেয়ঃ | 部分博客批评媒体炒作新闻,这名博客 建议媒体停止播报自杀新闻: |
14 | এটা কি ঠিক নয় যে আমরা আত্মহত্যার ঘটনাচক্র বন্ধের জন্য কিছু করবো? | 难道我们不该做点什么阻止连锁自杀事件? |
15 | কোন এক কারণে এমন প্রবণতা দেখা যায় যে মানুষ জনকে যা করতে বলা হয় সেগুলি তারা করে না এবং তারা তাই করে যা তাদের করতে নিষেধ করা হয়। | 基于某些原因,人们有某种倾向,不做别人要求他们做的事,而做别人要求他们不要做的事。 |
16 | সুতরাং যখন প্রচার মাধ্যমে বলা হয় যে “এটা করো না” তখন কেউ কেউ এমন থাকবে যারা তা করতে উৎসাহিত হবে, তাই নয় কি? | 所以,当媒体报导说请不要这么做,就会有人这么做。 |
17 | অবশ্যই প্রচার মাধ্যম সত্যই তুলে ধরবে। | 当然媒体报导事实是很重要的,但是可不可以停止报导自制硫化氢自杀事件? |
18 | কিন্তু হাইড্রজেন সালফাইড গ্যাসের মাধ্যমে আত্মহত্যার খবর প্রদান বন্ধ করা কি উচিত নয়? জাপানীরা তথ্যে বিশ্বাস করে। | 日本情报流动很快, 新闻一旦不再出现在电视上,很快变旧了,我是这么认为的, 人们很容易厌倦同一件事。 |
19 | এবং আমার মনে হয় যখন তারা টেলিভিশনে কোন জিনিস আর দেখে না তখন দ্রুতই তাদের কাছে সেটা পুরাতন হয়ে যায়। | 不久之前才流行过「韩流」、「手帕王子」,还记得吗? |
20 | এটা ঠিক, মানুষ জন খুব সহজেই কোন একটা জিনিসে ক্লান্ত হয়ে পড়ে। | 我想媒体一旦停止播送,人们很容易就遗忘了。 |
21 | কিছুদিন আগের কোরিয়া বুম এবং হাঙ্কাচি ওজি (রুমাল রাজকুমার) এর কথা মনে আছে? | *除了特别沉迷于该事件的人。 |
22 | আমার মনে হয় এমন অনেক জিনিস আছে যা প্রচারিত না হলে মানুষজন ভুলে যাবে। | 像是中国毒水饺事件 看,你已经完全忘了对吧? |
23 | * একমাত্র সেইসব মানুষ ছাড়া যারা এগুলোকে সত্যিই ভীষণ পছন্দ করে। বিষের পিঠার কথা মনে আছে! | 这个问题还没解决,将来也不会解决 这就是日本人的特质,我自己也是这样 我觉得这是一个坏习惯。 |
24 | দেখুন, সে সব ভুলে গেছেন নিশ্চয়ই, ঠিক? সমস্যা এখনও সমাধান হয়নি অথচ মনে হচ্ছে এ অবস্থায় বিষয়টা ফেলে রাখা হবে। | 所以,一旦媒体停止报导自制硫化氢自杀,连锁自杀事件也许就停了! |
25 | জাপানি মানুষদের এটা একধরণের বৈশিষ্ট্য, আমিও এমন। | 没错,媒体掌握了关键! |
26 | কিন্তু এটাকে একটা বাজে অভ্যাস মনে করি। | …呼 |
27 | এবং তাই, যদি প্রচার মাধ্যম হাইড্রজেন সালফাইড দিয়ে সংগঠিত আত্মহত্যার কথা প্রচার না করে সম্ভবত আত্মহত্যার এই বৃত্তকে ভাঙা যাবে। | 博客taishibrian详述为何互联网变成围剿的目标,并指出日本媒体并未遵守WHO订定的自杀新闻播报规范: |
28 | সেটাই ঠিক! প্রচার মাধ্যমকে বন্ধ করতে হবে! …. | 互联网世界是公开而且均一化的,举例来说,漂白水的硫化氢毒气风险,较描述有机化学物的网页致命性相当。 |
29 | ছি ছি ব্লগার তাইশিব্রিয়ান আলোচনা করেছেন কিভাবে ইন্টারনেট নিন্দার লক্ষ্য হয়ে উঠেছে এবং চিহ্নিত করেছে যে জাপানী প্রচার মাধ্যম আত্মহত্যার ঘটনা প্রচার বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক আরোপিত বিধিমালা মানছে নাঃ | 但是这类的网页不会出现在一般大众的眼前,除非他们有心搜寻,因此我们应该想想,大众媒体暗示民众,告诉他们取得相关情报的关键词。 |
30 | উদাহরণসরূপ, ইন্টারনেটের উন্মুক্ত ও সমতল বিশ্বে হাইড্রজেন সালফাইড সাদা করার ঝুঁকির বর্ণনা সম্বলিত সাইট যেমন আছে তেমন আছে হাইড্রজেন সালফাইডের চেয়েও অনেক বেশী প্রাণঘাতী জৈব রাসায়নিক পদার্থের বিবরণ। | 之后再做补救措施去消灭这类信息,都不过是猫抓老鼠,只是沦为恶性循环,先是烧炭自杀,然后是硫化氢自杀,接着呢? |
31 | যার জন্য, এই তথ্য সাধারণ মানুষজনের জন্য উন্মুক্ত রাখা ঠিক নয় যতক্ষণ না সেগুলো বিশেষ কোন উদ্দেশ্যে তালাশ করা হয় এবং এর ঝুঁকি অবশ্যই বিবেচনা করে গণমাধ্যম কেবল একটা ইংগিত দিতে পারে কিভাবে এগুলো খুঁজে পাওয়া সম্ভব। | WHO为预防自杀,订定的媒体自杀新闻播报规范如下: 点此看英文版本 |
32 | তবে এসব মুছে ফেলার প্রচেষ্টাকে পর্যবেক্ষণ করা আসলে ইদুর-বিড়ালের দৌড় মাত্র যা কেবল একটা জঘন্য আবর্তন তৈরী করেঃ [প্রথমত আপনার ছিল] কয়লার গুলি, এরপরে হাইড্রজেন সালফার এবং এর পরে …. | 这几点像在描述近日媒体播报重点… |
33 | বিধিমালা অনুযায়ী, স্বাস্থ্য সংস্থা নিদৃষ্ট করে দিয়েছে আত্মহত্যা প্রতিরোধ করার জন্য কিভাবে প্রচার মাধ্যম সংবাদ পরিবেশন করবেঃ | 校对:Sychan |
34 | (দেখুন এখানে ইংরেজী অনুবাদ) • ছবি অথবা আত্মহত্যার চিরকুট প্রকাশ করবেন না • অনুসৃত পদ্ধতি বিস্তারিত জানাবেন না • একেবারে মামুলী কোন কারণ দেখাবেন না • আত্মহত্যাকে মহান বা রোমাঞ্চকর করবেন না • ধর্মীয় বা সংস্কৃতিক গৎবাঁধা বিষয় হিসাবে উপস্থাপন করবেন না • আত্মহত্যার নিন্দাকে বাদ দেবেন না বর্তমানে এই বিষয়গুলো কদাচিত গণমাধ্যম অনুসরণ করে থাকে। | |