# | ben | zhs |
---|
1 | ইরানের প্রায় ৭০% তরুণই অবৈধ পন্থায় ইন্টারনেট ব্যবহার করেন | 近7成伊朗年轻人非法「翻墙」上网 |
2 | “ঈশ্বর আমাদের সাথে আছে। | 「主与我们同在。 |
3 | আপনি কি তাকে বিশোধন (ফিল্টার) করবেন?” | 你也要封锁他吗?」 |
4 | ছবি নেয়া হয়েছে সাইরাস ফারিভারের ফ্লিকার থেকে। (সিসি বিওয়াই-এনডি-এসএ ২. | 由Cyrus Farivar用Flickr拍摄 (CC BY-ND-SA 2.0) |
5 | ০) ইরানের ২৩. ৫ মিলিয়ন তরুণ ইন্টারনেট ব্যবহার করেন। | 根据一份伊朗青年与体育部的报告,在伊朗全国的2350万青年中,有69. |
6 | এদের ৬৯. ৩% বৈশ্বিক ইন্টারনেটে সংযুক্ত হতে প্রক্সি এবং ভিপিএন-এর (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মতো বেআইনি পন্থা অবলম্বন করেন। | 3%的人使用各种科技手段,例如服务器和VPN (虚拟专用网),来链接全球网络。 |
7 | সম্প্রতি ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। | 现在的伊朗人上网时,如果想连接到反对政府或伊斯兰教义的网站,经常会遇到防火墙封锁。 |
8 | ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য ইরানি কর্তৃপক্ষ ফায়ারওয়াল ব্যবস্থা চালু রেখেছেন। তাই ইসলামি আদর্শ কিংবা সরকারবিরোধীরা ইন্টারনেটে অবাধ প্রবেশাধিকার থেকে বঞ্চিত হন। | 这份报告中没有提及这些「翻墙」工具是否合法,但是根据一份伊朗的信息犯罪列表,传播或教导他人如何使用这些工具都是非法行为,触犯这些法律可能会被严惩。 |
9 | যদিও ফায়ারওয়াল এড়িয়ে ইন্টানেটে প্রবেশের পন্থাগুলো আইনসঙ্গত কী না প্রতিবেদনে তা বলা হয়নি। তবে ইরানের কম্পিউটার অপরাধের যে তালিকা আছে তার মধ্যে প্রক্সি এবং ভিপিএন প্রযুক্তি ব্যবহার ও বিতরণ রয়েছে। | 伊朗的网络政策问题层出不穷,上周伊朗总统鲁哈尼(Hassan Rouhani)就表示在伊朗这样的国家,封锁手段不可能奏效。 |
10 | এগুলোকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে। কেউ যদি এই আইন লংঘন করেন, তার জন্য শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। | 但是几天后,伊朗的文化和伊斯兰向导部就开始封锁没有获得相关媒体许可的新闻网站。 |
11 | ইরানের ইন্টারনেট নীতি নানা অসংলগ্নে পূর্ণ। এবং এটা নিয়ে প্রায় কথা উঠে। | 另外,尽管鲁哈尼和其他政府高官都是知名的Twitter和Facebook用户,这两家网站却依旧在伊朗遭到封杀。 |
12 | গত সপ্তাহে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি বলেছেন, ইরানের মতো দেশে ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থা কখনোই কার্যকর করা সম্ভব নয়। | 有人提到其实网络已经是为鲁哈尼少数做到言行一致的领域,尤其是其近期对移动和固定网络基础设施的改善。 |
13 | যদিও এর কয়েকদিন পরেই ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয় যথাযথ নিবন্ধন না থাকায় সংবাদ ভিত্তিক কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেয়। | |
14 | এদিকে রুহানি এবং তার মন্ত্রীসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টুইটার ব্যবহার করেন। | 但是这样的报告还是延续了一种不确定性,这种不确定性一直存在于伊朗网络用户和网络自由支持者之中。 |
15 | তবে এই দুই ওয়েবসাইট-ই ইরানের সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ। | 译者:Tang |
16 | মোবাইল এবং ফিক্সড লাইন ইন্টারনেট পরিকাঠামোর উন্নতি সত্ত্বেও কিছু মানুষ যুক্তি দেন, রুহানির ইন্টারনেট নীতি হলো বিরল এক নীতি যা বাগাড়ম্বরতায় পূর্ণ। | |
17 | আর এটাই দেশটির বহু ইন্টারনেট ব্যবহারকারী এবং মুক্ত ইন্টারনেটের পক্ষে প্রচারণাকারীদের জন্য সামগ্রিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। | 校对:Fen |