Sentence alignment for gv-ben-20070531-30.xml (html) - gv-zhs-20070531-480.xml (html)

#benzhs
1‘রাইজিং ভয়েসেস’ ব্লগ প্রসারের জন্য ক্ষুদ্র-অনুদান প্রস্তাব আহ্বান করছে।发声:推动博客小额资助计划
2গ্লোবাল ভয়েসেসের আউটরিচ (ব্লগ প্রসার) শাখা ‘রাইজিং ভয়েসেস' এখন থেকে প্রকল্প প্রস্তাব গ্রহন করছে।作者:David Sasaki
3প্রথম রাউন্ডে ৫০০০ ডলার পর্যন্ত সহায়তার জন্যে প্রস্তাবগুলো নেয়া হচ্ছে।译者:Oiwan Lam
4অনেকেই ব্লগিং, ভিডিও ব্লগিং এবং পডকাস্টিং জাতীয় টুলগুলোর সুবিধা বা এগুলো কিভাবে সহজে ব্যবহার করা যায় সে সম্পর্কে জানেননা।截止申请日期: 2007年6月15日
5এক জন/দল আদর্শ প্রক্লপ প্রস্তাবকারী সেইসব স্পেসিফিক কমিউনিটিগুলোকে এই জাতীয় নাগরিক সাংবাদিকতার টেকনিকগুলো শেখানোর জন্য বিস্তারিত ও উদ্ভাবনমুলক পদ্ধতির প্রয়োগ করবেন।
6ইন্টারনেট ক্রমশ: সহজলভ্য ও সাধারন মানুষের আয়ত্বের মধ্যে চলে আসছে, কম্পিউটারের মুল্য কমছে, এবং প্রয়োগমুলক সফটওয়্যার ডেস্কটপ থেকে ওয়েবে স্থানান্তরিত হচ্ছে - যা তথাকথিত ডিজিডাল ডিভাইডকে সন্কুচিত করতে সাহায্য করছে।
7কিন্তু এর বদলে আমরা পাচ্ছি ‘অংশগ্রহনের শুন্যতা‘ (participation gap) যেখানে বেশীরভাগ ব্লগ, পডকাস্ট এবং ভিডিও কনটেন্ট তৈরি করছে বিশ্বের বড় শহরগুলো থেকে মধ্যবিত্ত নাগরিকদের কমিউনিটি।
8‘রাইজিং ভয়েসেস' এর লক্ষ্য হচ্ছে নতুন নতুন কমিউনিটি থেকে নতুন কন্ঠগুলোকে ওয়েবের আলাপে (conversational web) নিয়ে আসা।发声是全球之声的外展计划,我们现在接受新媒体的小额资助申请 ,资助金额最高美金$5000。
9এর জন্য ‘রাইজিং ভয়েসেস' স্থানীয় ব্যক্তি/গোষ্ঠীকে অর্থ ও অন্যান্য সাহায্য করতে প্রস্তুত যারা এইসব স্বল্প প্রতিনিধিত্বকারী কমিউনিটি নিয়ে কাজ করবে।申请者需要提交具有创意的计划,向弱势社群介绍一些民间媒体的技术,如博客、视像博客或播客等。
10সম্ভাব্য প্রকল্পের উদাহরন হচ্ছে: × একটি স্বল্পমুল্যের ডিজিটাল ভিডিও ক্যামেরা কিনে গ্রামের কিছু ছাত্রদের শেখানো কিভাবে তাদের দাদা-দাদী বা নানা-নানীর জীবন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারী করা যায়।当互联网越来越普及,计算机亦越来越便宜,软件从计算机桌面转移到网上 ,数码区隔变得没己往那么严重,可是,我们亦看到博客、播客和网上视频的使用,主要集中在世界大城市中的中产阶层。
11× এতিমখানায় ব্লগিং এবং ফটোগ্রাফী নিয়ে একটি রেগুলার ওয়ার্কশপ করা। প্রকল্পের বাজেটের অর্থ দ্বারা স্বল্পমুল্যের ডিজিটাল ক্যামেরা কেনা এবং ইন্টারনেট ক্যাফে ব্যবহারের খরচ মেটানো যাবে।发声的目标是把新社群、新声音和新语言引进网上,形成对话 ,我们希望提供一些资源与资助,使一些在地的团体能够引进更多弱势社群的声音。
12এর ফলে এতিমখানার ছেলেমেয়েরা বিশ্বের পাঠকদের কাছে তাদের কথা/চিত্র তুলে ধরতে পারবে।我们支持的计划多类多种,以下有些例子:
13× একটি স্থানীয় এনজিও/সামাজিক সংস্থার সাথে কাজ করা ও তাদের প্রশিক্ষন দেয়া যাতে তারা তাদের দৃষ্টান্তমুলক কাজগুলো বিশ্বের কাছে তুলে ধরতে পারে।
14× আমাদের নতুন মিডিয়া (new media) কারিকুলাম স্বল্প ব্যবহৃত ভাষায় অনুবাদ করা কোনো আদিবাসী ভাষায় (যেমন কেচুয়া বা ওলোফ) যা কোনো ব্লগোস্ফিয়ার বা পডোস্ফিয়ারে উপস্থাপিত নয়। তারপর এইসব শিক্ষার উপকরনগুলো দিয়ে ওই ভাষায় ব্লগিং করতে উদ্বুদ্ধ করা।理想远大无穷,可惜我们的资助有限,发声的外展拨出的资助金额由美金$1000至$5000不等,希望申请者能很细心、具体、实际地策划项目和预算。
15চাহিদার শেষ নেই, কিন্তু ফান্ড অফুরন্ত নয়।成功申请的计划会于全球之声里介绍。
16‘রাইজিং ভয়েসেস' ব্লগ প্রসারের অনুদান হবে ১০০০ -৫০০০ ইউ এস ডলার। দয়া করে নির্দিষ্ট বাজেট প্রনয়নের সময় বিচারবুদ্ধি প্রয়োগ করবেন এবং বাস্তববাদী হবেন।申请请于6月15日前(星期五)以电邮方式提交至 outreach@globalvoicesonline.org
17সফল প্রকল্পগুলোকে গ্লোবাল ভয়েসেসে তুলে ধরা হবে। সম্পুর্ন আবেদনপত্র শুক্রবার, ১৫ই জুনের মধ্যে outreach@globalvoicesonline.org ঠিকানায় মেইল করে পাঠাবেন।申请表(连同预算)请以 .doc的格式提交。
18এর পরে কোন আবেদন গ্রহন করা হবে না।下载.doc格式申请书
19আবেদনপত্র নিচ থেকে ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র (.doc format)下载.rtf格式申请书
20আবেদনপত্র (.pdf format) আপনাদের যে কোন প্রশ্নের উত্তরের জন্য outreach@globalvoicesonline.org এই ঠিকানায় মেইল করুন অথবা মন্তব্য সেকশনে মন্তব্য করুন।若有任何疑问和建议,欢迎电邮至 outreach@globalvoicesonline.org