# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: শোয়াইন ফ্লু ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ | 墨西哥:爆发猪流感疫情 |
2 | মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা সেদেশে শোয়াইন ফ্লু (এক ধরনের ভাইরাল জ্বর) ছড়িয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। | |
3 | এ পর্যন্ত মেক্সিকোতে মারা গেছে ৬৮জন আর এক হাজার জনেরও বেশী লোক আক্রান্ত হয়েছে। | [除另标示,本文连结为西班牙文] |
4 | এই রোগ নিয়ে বেশী আতন্ক কারন মৃতদের মধ্যে বেশীর ভাগ সমর্থ যুবারা, দুর্বল মানুষরা (শিশূ বা বৃদ্ধ) নয়। রাজধানীর বিভিন্ন রাস্তায় জনগণ এই ভাইরাস ঠেকাতে উদ্যোগ নিয়েছে এবং অনেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই ভাইরাস ছড়াচ্ছে কি না তার উপর। | 墨西哥卫生官方相当重视猪流感[英文]疫情发展,这种疾病已造成墨西哥市68人死亡[英文],另有千人染病,这种流感格外令人担心,因为死者不仅包括向来较为脆弱的人口族群,亦出现年轻人,民众在首都市区均采取各种预防措施,避免感染病毒,许多人也在观察疫情是否扩散。 |
5 | এই ভাইরাস ছড়িয়ে যাবার ফলে মিউজিয়াম এবং স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। | 这场流行病造成博物馆及学校关闭,文化活动也接着取消,甚至包括许多在周末举办的足球赛。 |
6 | সপ্তাহান্তে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুটবল ম্যাচ বাতিল করে দেয়া হয়েছে। | Defeña Salerosa在Esta Maraña de Contradicciones 博客整理墨西哥民众对此事的看法: |
7 | এস্টা মারানা দো কন্ট্রাদিসিওনেস ব্লগের ডেফেনা সালেরোসা এই মহামারি সম্পর্কে মেক্সিকানদের প্রতিক্রিয়া সংকলিত করেছেন: অনেকে মনে করছে যে এটি সরকারের একটি চাল যেমন “চুপাকাব্রা” বা অন্য কিছু আড়াল করতে ধুম্রজাল ছড়ানো, কে জানে আসলে এটি কি: মাদকদ্রব্য পাচারজনিত হুমকি, স্টক মার্কেট কেলেন্কারী ইত্যাদি যে কোন কিছু হতে পারে। | 有些人觉得政府的烟雾弹,只是为了掩盖「像卓柏卡布拉(Chupacabra)等想象生物般的东西」,这种「东西」的实情众人皆知,可能是毒品走私、股市诈骗等;人觉得眼前就是种传染病;有些人很害怕不愿意出门,非得出门也一定戴上口罩与围巾(没错,这种高温下,我看到两个人戴围巾),有些人觉得呼吸道已出现黏浊情况;有些人很努力写下对此事最讽刺、最幽默的字句。 |
8 | এ ছাড়াও অনেকে আছে যারা মনে করছে আসলেই মহামারি ছড়িয়েছে। কেউ কেউ মনে করছে যে স্বাস্থ্য দপ্তরের বা রাষ্ট্রপতির ক্যাবিনেটের নেয়া পদক্ষেপগুলো বেদরকারী এবং তিল কে তাল করা। | Intersections博客的Daniel Hernandez居住于墨西哥市,固定在博客上提供最新消息,也观察当地星期五晚上的街道情况: |
9 | আর কেউ কেউ সত্যি ভয় পেয়েছে এবং বাড়ী থেকে বের হচ্ছে না। | 但现在道路上情况如何? |
10 | যখন তারা বের হচ্ছে তখন তারা মুখোশ বা স্কার্ফ পড়ে বের হচ্ছে (হ্যা এই গরমে আমি দুজনকে স্কার্ফ পড়ে বের হতে দেখেছি)। | |
11 | অনেকে ইতিমধ্যে শ্বাসনালীতে কফের অস্তিত্ব পাচ্ছে। আর কেউ কেউ চেষ্টা করছে এই বিষয় নিয়ে সবচেয়ে মজার এবং উদ্ভট মন্তবগুলো খুজে বের করতে। | 人们依然出门,大约只有半数人口戴上医疗用口罩,有些艺术派对活动遭到取消,但除此之外,否则当地生活平凡,只比平常多一些超现实感受。 |
12 | মেক্সিকো সিটি থেকে ইন্টারসেকশন্স ব্লগের ড্যানিয়েল হার্নান্দেজ নিয়মিত খবর দিয়ে যাচ্ছেন। | |
13 | তিনি শুক্রবার রাতে মেক্সিকো সিটির রাস্তার বিবরণ দিচ্ছেন: এখন রাস্তায় কি ঘটছে? | Flickr用户Victoria于墨西哥市担任教师,他在上一篇文章里留言,描述自己在星期五早上前往学校的经验: |
14 | লোকজন এখনও বের হচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে, তবে অনেকেই ডাক্তারের মুখোশ পড়ে আছে। | 走进学校,我立刻注意到校园里完全没有学生。 |
15 | আজ রাতের অনেক পার্টি বাতিল করা হয়েছে। কিন্তু এ ছাড়া জীবনযাপন স্বাভাবিক শুধু পরাবাস্তব একটি অনুভূতি আছে সবার। | 之后有人告诉我,这是因为流感疫情爆发地区,我才依稀还记得UNONOTICIAS曾发送一则手机简讯。 |
16 | ফ্লিকার ব্যবহারকারী ভিক্টোরিয়া, যিনি মেক্সিকো সিটির একজন শিক্ষক হার্নান্দেজের পোস্টে শুক্রবার সকালে তার স্কুলে আসার বর্ণনা দিয়েছেন: | |
17 | আমি স্কুলে ঢুকেই দেখলাম যে কোন ছাত্র-ছাত্রী নেই। তখন তারা আমাকে জানালো যে ইনফ্লুয়েন্জা রোগের প্রকোপের জন্যে ছুটি দিয়ে দেয়া হয়েছে। | 后来与墨西哥同事外出时,听他们说这是猪流感首次情况,也揣测情况究竟会有多糟,需要采取多少措施。 |
18 | আমার তখন মনে পড়ল মধ্যরাতে উনোনোটিসিয়াস এর কাছ থেকে এই সংক্রান্ত একটি এসএমএস পেয়েছিলাম। | |
19 | তারপর আমি স্কুলে ছিলাম এবং আমার মেক্সিকান সহকর্মীরা বলতে লাগল যে এই প্রথমবার এমন হল। | |
20 | তারা আলাপ করতে লাগল যে পরিস্থিতি কত খারাপ হতে পারে যে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। | 我搭地铁回家时,便戴上了蓝口罩。 |
21 | এরপর আমি বাসায় গেলাম মেট্রোতে করে, মুখে নীল মাস্কটি পড়ে। কিছূ ব্লগার তথ্য প্রচার করছে যে কিভাবে এই রোগটি ছড়ায়। | 有些博客告知流感病毒传染途径,例如Ana Maria Salazar表示,虽然病毒名为猪流感,人们并不会因食用猪肉而染病。 |
22 | যেমন আনা মারিয়া সালাজার লিখছেন যে যদিও এর নাম শুকরের সাথে সম্পর্কিত, শুকরের মাংসের মাধ্যমে এ রোগ ছড়ায় না। | |
23 | সরকার ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকা দেবার পরিকল্পনা করেছে। কিন্তু সাধারণ জনগণের জন্যে কোন টিকা পাওয়া যাচ্ছে না। | 政府打算让卫生工作者接受施打流感疫苗,但一般大众无法取得,目前政府建议人民勤洗手、咳嗽与打喷嚏时掩住口鼻等原则。 |
24 | বর্তমানে তারা প্রচার করছে বিশেষ করে যে জনগণ যেন বারবার হাত ধোয় এবং হাঁচি বা কাশির সময় যাতে নাক চাপা দিয়ে রাখে। | |