# | ben | zhs |
---|
1 | পুয়ের্টো রিকো: ৩৬৫ টি ছবি | 波多黎各:365天光景 |
2 | ফটোগ্রাফার জোসে রড্রিগো মাদেরা [স্প্যানিশ ভাষায়] গত দুই বছরে তার “৩৬৫” দিন নামক প্রকল্পের অধীনে প্রতিদিন একটি করে ছবি তুলেছে। রিভিস্তা ক্রুসে [স্প্যানিশ ভাষায়] তার ২০ টি ছবি সবার উপভোগের জন্য প্রকাশ করার আগে পর্যন্ত , তার এইসব ছবি কেবল মাত্র তার বন্ধুদের ফেসবুকের পাতায় দেখা যেত। | 摄影师José Rodrigo Madera为了自己的“365”计划,两年之内每天拍摄一张照片,原本只有他在Facebook里的好友才能欣赏,直到《Revista Cruce》杂志刊载其中20幅,大众才有机会见到这些作品。 |
3 | জোসে রড্রিগো মাদেরা নিজের সম্বন্ধে বর্ণনা করছেন এভাবে: | José Rodrigo Madera自称: |
4 | … এক পেশাদার ফটোগ্রাফার যে নিজে শিল্প বিষয়ে পড়ালেখা করেনি। ইন্টারআমেরিকানায় গণ যোগাযোগ-এর উপর পড়ালেখা করেছে এবং ছবি তোলার বিষয়টি শিখতে চেয়েছে। | 是位从未正式学习艺术的专业摄影师,过去在Interamericana大学主修传播,希望教授摄影,相信婚姻、自认是个左派份子,所有作品献给一生最重要的人Emil Alejandro,以及一生最爱的女子Penelope。 |
5 | বিবাহে বিশ্বাসী এবং নিজেকে একজন বামপন্থী হিসেবে বিবেচনা করে, তার জীবনের সাথে সম্পৃক্ত পুরুষ এমিল আলেজান্দ্রো এবং তার জীবনের ভালবাসার নারী পেনিলোপ-কে সে তার সকল কাজ উৎসর্গ করেছে। | |
6 | এখানে তার কিছু নির্বাচিত অসাধারণ ছবির কয়েকটি তুলে ধরা হল। * | 以下为部分作品选辑:(注) |
7 | পিচার: ১. এমন এক ব্যক্তি যে, একটি বা অন্য কোন কারণে কোন বাঁধা মানে না, অথবা নিজের প্রতি তার যে প্রতিশ্রুতি তা সে পালন করে। | 投手:一,这种人基于不同原因,不遵守自己提出的责任或承诺。 |
8 | ২. যে ব্যাক্তি পাল্টা আহ্বান প্রদান করে না। দেখ। | 二,不回电话的人。 |
9 | লাল প্যান্ট পড়া শিশুটি। | 穿着红裤的孩子。 |
10 | সকালের নাস্তা। | 早餐。 |
11 | আগস্তিনো একটি ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করছে। | Agostini准备拍照。 |
12 | ভুতুড়ে মেঘ। যন্ত্রণার হাসি। | 鬼魅之云。 |
13 | প্যাঁচানো । চোখ। | 蓝色之母。 |
14 | ‘আজুল'-এর মা-টি। • ফটোগ্রাফার এবং রেভিস্তা ক্রুসের অনুমিত ক্রমে এইসব ছবি পুনরায় প্রকাশ করা হল। | (注)所有照片均经摄影师及《Revista Cruce》杂志同意后转载。 |
15 | মূল যে ভাষায় প্রকাশ হয়েছে সেখান থেকে ছবির শিরোনাম গুলো গ্রহণ করা হয়েছে (তবে ব্যাতিক্রম কয়েকটির শিরোনাম ইংরেজীতে লেখা হয়েছে)। | |