Sentence alignment for gv-ben-20091027-7131.xml (html) - gv-zhs-20091022-4021.xml (html)

#benzhs
1গুয়াডেলুপ: পানি দিবস
2ক্যারিবীয় দ্বীপমালার একটি দ্বীপ গুয়াডেলুপ, যার অধিবাসীরা ফরাসী ভাষায় কথা বলে।
3দ্বীপটিকে ডাকা হয় “সুন্দর পানির দ্বীপ” বলে। এই দ্বীপের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান।瓜德罗普:用水问题与水资源日
4এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যখন গুয়াডেলুপের জলবায়ুকে দু'টি ভাগে ভাগ করা হয়।
5কারণ কখনো দ্বীপটি বৃষ্টিপাতহীন এবং পানি শূন্য থাকে, আবার কখনো দ্বীপটিতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং সে জন্য যথেষ্ট পানি পাওয়া যায়। কারিমা হচ্ছে এই এলাকার ৬ মাসের এক শুকনো মৌসুম এবং হিভারনেজ হচ্ছে ৪ মাসের এক ঝড়ো ও বৃষ্টিপূর্ণ সময়।对又名「美丽水之岛」的加勒比海法语岛瓜德罗普(Guadelope)而言,水资源非常重要,尤其当地气候也因降雨而分明,包括六个月的旱季(Carême)及四个月的飓风雨季(Hivernage),自然让当地民众倚赖水资源,也重视饮用水品质。
6গুয়াডেলুপ কেবল যে পানি নামক উপাদানের উপর নির্ভরশীল তাই নয়, একই সাথে পানির গুণগত মানের উপর তাকে নির্ভর করতে হয়।
7এ কারণে এখন থেকে ৪৬ বছর আগে গুয়াডেলুপে সিন্ডিকেট ইন্টারকমুনাল ডেল এলিমেনেশন এ উ এত ডে এসাইনসইসমেন্ট ডে লা গুয়াডেলুপ [ফরাসী ভাষায়] (সুপেয় পানি সরবরাহকারী ও পয়:নিষ্কাশন সুবিধা প্রদান করার আন্ত:পৌরসভার প্রতিষ্ঠান) নামক প্রতিষ্ঠানের জন্ম হয়।
8প্রথমে তারা সেখানকার তিনটি শহরে পানি সরবরাহ করা শুরু করে এবং বর্তমানে গুয়াডেলুপের ৩৬ টি পৌরসভার মধ্যে প্রায় ১৩ টি পৌরসভায় এই প্রতিষ্ঠানটি পানি সরবরাহ করে থাকে। কিন্তু বর্তমানে তারা পানি নিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে, এর মধ্যে প্রযুক্তি সমস্যা থেকে পরিবেশ গত বিষয়ও রয়েছে।是故46年前,瓜德罗普政府内便出现「行政区间饮用水供应与卫生联合会」这个单位,起初服务范围只有三座城市,目前在瓜德罗普36个行政区中,已为13区提供服务,不过联合会也面临多项问题,如技术困难、环境议题等,该组织因此在过去八年间举办「瓜德罗普用水日」,向专业人士及大众分享各种计划与构想。
9বিগত আট বছর ধরে লে জুরনে ডে লউয়ু এ গুয়াডেলুপ (গুয়াডেলুপের পানির সময় কাল) নামের এক সংগঠন তাদের চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ করছে।
10তারা এর সাথে পেশাদার কর্মী ও জনতাকে যুক্ত করেছে।JarryCafé博客以瓜德罗普经济中心Jarry为主题,也为这项五天活动宣传:
11ব্লগার জেরিক্যাফে [ফরাসী ভাষায়] গুয়াডেলুপের অর্থনৈতিক কেন্দ্র জেরির প্রতিদিনের জীবন সম্বন্ধে ভাল মত জানেন।
12তিনি সম্প্রতি পানি নিয়ে ৫ দিনের এক সম্মিলনের আয়োজন করেন।10月13日至17日,欢迎前来Jarry的WTC,索取有关用水及未来风险等相关资讯。
13অক্টোবরের ১৩ থেকে ১৭ তারিখ জেরির ডাব্লিটিসিতে প্রবেশ করুন এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন তথ্য জানুন, সুপেয় পানি পাওয়া এবং সামনের দিনগুলোতে পানির এর উপর যে দাবি তৈরি হবে সে বিষয়ে আলোচনার জন্য এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।
14পানি নিয়ে অসংখ্য জটিলতা তৈরি হয়েছে এবং গুয়াডেলুপের ব্লগার ইনডিসক্রিটনস [ফরাসী ভাষায়] জানাচ্ছে, উক্ত সিন্ডিকেটের সভাপতি পানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। যেমন পানি প্রবাহের এলাকা ক্রমাগত নষ্ট হতে থাকা এবং পানি পরিশোধন প্লান্ট তৈরি করা, বিপুল পরিমাণ পানির অপচয় ও শুকনো মৌসুমে পানি সঞ্চয় করে রাখার সম্ভাবনা নিয়ে।风险确实不少,博客Indiscrétions列出联合国主席提到几项问题,包括水道及净水厂老旧、用水浪费严重、为旱象储水等,且近年来民众也注意到有关杀虫剂氯癸酮(Kepone)的重大环境灾难,Indiscrétions记录联合会主席的发言:
15মনে হচ্ছে যে কয়েক বছর ধরে পরিবেশগত বিপর্যয় গুয়াডেলুপের জনগণের মনোযোগ আকর্ষণ করেছে, কেপোনে কীটনাশক নিয়ে যে সমস্যা ও সেটি নিয়ে যে নজীর বিহীন সর্তকতা মূলক ব্যবস্থা নেবার আলোচনা হচ্ছে ইনডিসক্রেশনস তাই জানাচ্ছে [ফরাসী ভাষায়]।
16বংশ পরম্পরায় কৃষকরা পায়খানা থেকে তৈরি হওয়া পণ্য বা ফাইটোস্যানেটারি ব্যবহার করে, এগুলো মাটির নিচের পানিকে দুষিত করে ফেলছে, বিশেষ করে বাস টেরা অঞ্চলের এলাকাকে।
17কেউ কেউ বলছে যে এখানকার পানি বিষাক্ত হয়ে গেছে। গাইয়াসোলেল ব্যাখ্যা করেন যে কেপোনে নামক কীটনাশক উপাদানের ব্যবহার গুয়াডেলুপের পানিকে বিষাক্ত করেছে।农民多年来使用杀虫剂,污染了地下水,其中多数位于Basse-Terre,有些人认为水源已经中毒…
18সম্মিলেনে অন্য সব বিষয়ে সাথে এই বিষয়টিকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে [ফরাসী ভাষায়]: সম্মিলনের সময় সবার মাথায় ছিল কেপোনের দ্বারা নদীর পানি দুষিত হবার বিষয়টি।GaïaSoleil亦指出当地氯癸酮污染情况,也将成为「瓜德罗普用水日」一项主题:
19তবে পরিবেশ গত এই সমস্ত বিপর্যয় সমস্ত পানি দূষণের ক্ষেত্রে পুরো ঘটনার একটি অংশ মাত্র। অন্য সব ফাইটোসেনেটারি বা পায়খানার মল থেকে তৈরি উপাদান এবং অন্য সব দূষণ এক অর্থে ময়লা ও সেগুলো অপসারণ করা থেকে সৃষ্টি হয়।在活动期间,许多人肯定会想到河川遭氯癸酮污染的问题,但这只是整体水源污染现象的一部分,还包括其他杀虫、各种污染、浪费、排泄物等。
20ডোমাকটু এছাড়াও এই অনুষ্ঠান এবং সম্মিলনে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব প্রদান করা হয় তার কথা উল্লেখ করেছেন [ফরাসী ভাষায়] (ক্যারিবিয়ান অঞ্চলে পানি, প্রয়োজনীয়তা, সত্য এবং একতা)।
21গাইয়াসোলেল সেখানে আগত বিদেশী অতিথি ও সম্মিলনকে ঘিরে তাদের সহযোগিতার কথাও গুরুত্বের সাথে উপস্থাপন করেন [ফরাসী ভাষায়]: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতি থেকে লোকজন এই সম্মিলনে অংশগ্রহণ করেছিল।Domactu亦提到这项活动,并强调活动主题内的区域合作意涵,活动名为「加勒比海用水、必需品、真相与团结」GaïaSoleil也很重视这项主题,因为与外国贵宾及合作相关:
22এখানে তাদের নিজ নিজ দেশের পানি সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছিল, আলোচনার প্রেক্ষিতে যে সমাধান তৈরি হয়েছে, সেগুলো তারা তাদের নিজ নিজ দেশে প্রয়োগ করতে চান।
23ইনডিসক্রিটনসের শেষ মন্তব্যটি ছিল অনেক বেশি কেন্দ্রীয় ভাবে গুয়াডলুপিয়ানদের নিয়ে, যা পানি সম্বন্ধে এক সচেতনতা ও ক্যারিবিয়ান লোকদের বিস্তৃত এক অনুভূতির প্রতিধ্বনি: এই অনুভূতি এ রকম যে, এখানে সবাই বিচ্ছিন্ন ও এখানে আঞ্চলিক সহযোগিতার অভাব রয়েছে [ফরাসী ভাষায়]:
24আমি ডোমেনিকা থেকে চাষের জন্য মারি- গালান্তেতে আনা পানির কথা বলছি।…古巴、多明尼加与海地与会者也说明国内水资源问题,以及他们所选择使用的解决办法。
25ডোমিনিকান প্রজাতন্ত্রে আমি পানি পরিশুদ্ধ করার একটা প্লান্ট দেখেছি যা অনেক কম টাকায় বানানো এবং এই প্লান্ট ভালভাবে কাজ করছে, আমাদের এখানে যে সমস্ত প্লান্ট রয়েছে তার চেয়ে এই প্লান্ট ভালভাবে কাজ করছে।
26পানি নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে নিজেদের দিকে তাকাতে হবে।Indiscretion还有一段话特别重要,因为不仅提到瓜德罗普对于水资源的关切,也呼应加勒比海民众普遍感到孤立且缺乏区域合作:
27এর জন্য আমাদের অনেক কাজ করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে। এই পোস্ট যে ছবি ব্যববহার করা হয়েছে তার নাম “পানির জগত” এবং এটি স্নাপ®-এর তোলা।…我知道多明尼加水源灌溉Marie-Galante农作的情况,我在多明尼加看到净水厂发挥很大功能,而且成本比我们还低,我们必须环顾四周,和彼此互相交流学习。
28ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় এই ছবিটি ব্যবহার করা হয়েছে।「水世界」照片来自Snap®,依据创用CC授权使用
29স্নাপ®-এর ফ্লিকার ফটোস্ট্রীম ভ্রমণ করুন।校对:Soup