# | ben | zhs |
---|
1 | মায়ানমারে কৃষক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ | 缅甸警民间的致命冲突 |
2 | মায়ানমারের মাওপিনে প্রতিবাদী কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময়ে এক মহিলাকে পুলিশের আক্রমণের সংক্ষিপ্ত ভিডিও রেকর্ডিং পেসারানিং প্রচার করেছে। | Pacerunning分享了一段影片,记录了缅甸马乌宾镇上,一名女子在警方和农民爆发冲突时,遭到警方攻击。 |
3 | এই ভিডিওতে, এক পুলিশ কর্মকর্তা এক মহিলাকে ধাক্কা দিচ্ছে এবং মনে হচ্ছে আরেকজন পুলিশ কর্মকর্তা আক্রমণের চেষ্টা করছে, অনান্যরা তাকে থামানোর চেষ্টা করছে। | 影片中可看到一位警察推挤一名女子,另外一位员警也试图要攻击她,而其他人则试着要阻止他。 |
4 | মায়ানমারের ইরাওয়াদি বিভাগের মাওপিনে ২০১৩ সালের ফেব্রুয়ারীর ১৩ তারিখে ৫০০ জন কৃষক ও ২০০ জন পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। | 2013年2月26日 ,缅甸伊洛瓦底省的马乌宾镇,大约有500名农民与200名员警爆发冲突[缅]。 |
5 | একজন পুলিশ নিহত ও ৪৫ জন আহত হয়। | 其中一名员警遭到杀害且共有45个人受伤。 |
6 | সামরিক সরকার কর্তৃক জব্দকৃত ভূমি থেকে উচ্ছেদে অস্বীকারকারী আন্দোলনরত কৃষকদের পুলিশ যখন ছত্রভঙ্গ করতে যায়, তখন এটি শুরু হয়। | 这场冲突起因[缅]于警方试图驱赶一群激进的农民,因为这些农民拒绝自军政府先前侵占的土地撤离。 |
7 | কৃষকদের একজন বলেছেন: | 其中一位农民表示:[缅] |
8 | আমরা এত নিঃস্ব যে আমরা যদি কিছুই না করি, আমরা খেতে পারব না। সুতরাং আমরা ফিরে যাব না। | 我们太穷了,若不再做些什么,我们就没办法生存下去,所以我们不能放弃。 |
9 | পরবর্তী দিন পর্যন্ত সংঘর্ষ চলে। | 这场冲突在隔天遭到镇压。 |
10 | সংশ্লিষ্ট এলাকায় জরুরী অবস্থা উল্লেখ করে সরকারী ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে। | 政府网站报导,已宣布此地处于紧急状态。 |
11 | পরবর্তীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলায় শান্তি ফিরে এসেছে মর্মে উল্লেখ করেছে। | 之后内政部宣布此区已恢复稳定状态。 |
12 | ইরাবতি সংবাদ সংস্থার মতে, বিগত দুবছর যাবত দেশে ভূমির জন্য প্রতিবাদ বেড়ে চলেছে: | 根据《伊洛瓦底》新闻网站的报导,土地抗争在过去两年不停的发生。 |
13 | দুবছর পূর্বে সামরিক সরকার যখন আধা বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করল, তখন থেকে বার্মার অনেক জায়গায় ভূমির জন্য প্রতিবাদ শুরু হয়। | 两年前,前军政府将权力移交给准平民政府后,缅甸各地就不断发生土地抗争。 |
14 | অনেক কৃষকের কাছে ভূমির মালিকানা সমস্যা মহামারী আকারে দেখা দেয়, কারণ বর্তমান আইনে, খুব কম সংখ্যক কৃষক তাদের ভূমির প্রকৃত মালিক, যদিও তাদের পূর্বপূরুষরা বংশপরম্পরায় ভোগ দখল করে আসছিল। | 很多农民皆苦恼于土地所有权的问题,因为根据目前的法律,即使农民世代以来皆倚靠这些农地生存,却极少拥有实际上的土地所有权。 |
15 | পল্লীতে ভূমি দখল ও ভূমির জন্য প্রতিবাদের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে আই নাই মন্তব্য করেছেন: | 爱乃(Aye Nai)也注意到,乡间不断发生土地掠夺和接连的抗争: |
16 | রাজনৈতিক সংস্কারের সাথে সাথে বার্মায় যখন ব্যাপকভাবে বিনিয়োগ হচ্ছে, ভূমি দখলও তখন বৃদ্ধি পেয়েছে। | 缅甸持续进行政治改革的同时,政府大量的投资,土地掠夺事件也不停发生。 |
17 | বিশেষজ্ঞ মতে, দেশের দূর্বল আইন কাঠামোর কারণে ভূমি থেকে উচ্ছেদ ও দখল বৃদ্ধি পাচ্ছে। | 根据专家表示,国内不稳固的法律基础,让强制拆迁与强制占用持续发生。 |
18 | তদুপরি, সামরিক আইনের অনুপস্থিতিতে উন্নয়ন প্রকল্পের কারণে স্থানীয় কৃষকরা তাদের ব্যবহৃত ভূমি যা উচ্ছেদ করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। | 然而,在不存在军事统治的情况下,当地农民感到拥有愈来愈多的力量,能去反对强迫他们离开耕作土地的发展计划。 |