Sentence alignment for gv-ben-20091228-8230.xml (html) - gv-zhs-20091226-4388.xml (html)

#benzhs
1ইকুয়েডর: সরকার টেলিভিশন চ্যানেল টেলিআমাজোনাস সাময়িকভাবে বন্ধ করেছেন厄瓜多尔:政府让电视台暂时断讯
2গত ২২শে ডিসেম্বর এ ইকুয়েডরের টেলিভিশন চ্যানেল টেলিআমাজোনাস সাময়িক ভাবে ৭২ ঘন্টার জন্য বিরত রাখার জন্যে বন্ধ করে দেয়া হয় টেলিযোগাযোগ দফতরের সুপারিটেন্ডেন্ট দ্বারা।
3টেলিআমাজোনাস একটি চ্যানেল যেটি অফিসিয়াল ধ্যানধারণাকে সমর্থন ও প্রচার করে না। গত ৩ বছর ধরে এটা প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ার সরকারের সাথে জোরালো মত পার্থক্য রেখে চলেছে, এবং পার্টির লোকেরা অনেক বার এই টেলিভিশন চ্যানেল বন্ধের দাবী জানান।12月22日,厄瓜多尔电讯监管单位裁决让Teleamazones电视频道断讯共72小时,外界认为这个频道向来与官方立场相左,过去三年不断强烈抨击总统柯雷亚(Rafael Correa)领导的政府,总统亦多次主张关闭这个频道。
4টেলিযোগাযোগ দফতরের সুপারিটেন্ডেন্ট গত ২২শে মে সংঘটিত ঘটনার জন্য চ্যানেলটি বন্ধ করার যৌক্তিকতা দেখান। সেই দিন তারা ধারণার উপরে ভিত্তি করে খবর প্রচার করেছিল যে পুনা দ্বীপের গ্যাস উত্তোলন প্রভাব ফেলবে দ্বীপের বাসিন্দাদের উপরে, যারা মৎস বাণিজ্য দিয়ে জীবিকা নির্বাহ করে।监管单位宣称,此次断讯惩处是因为今年5月22日时,该频道报导在Puná岛开采天然气后,将危及岛上渔民生计,监管单位认为该频道散播此 一消息时,违反现有宪法第18条第一款,其中保障所有人「能搜寻、接收、交换、产制并散播所有真实、确实、即时、多元、自由的讯息,并顾及大众利益及责 任」。
5সুপারিটেন্ডেন্ট এর কথা অনুসারে, এই সংবাদ ছড়িয়ে, টেলিআমাজোনাস বর্তমান সংবিধানের ধারা ১৮, নম্বর ১ লঙ্ঘন করেছে যা প্রতিষ্ঠা করে সকল মানুষের অধিকার “খোঁজার, বিনিময় করার, নির্মাণ করার” আর “সত্য, যাঁচাইকৃত, সময় মত, বিস্তৃত, সেন্সরবিহীন তথ্য, বা ঘটনা” ছড়িয়ে দেবার।
6এর পরেই ইকুয়েডরের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ উঠেছে, যারা বিক্ষোভ আর মিছিলের পরিকল্পনা করছেন সরকারী এই ব্যবস্থার প্রতিবাদে।
7অনেকের জন্য এটা মত প্রকাশের স্বাধীনতার উপরে আক্রমণ। এই সাম্প্রতিক ঘটনার সাথে সম্পর্ক আছে বর্তমানে জাতীয় কংগ্রেস নতুন একটি যোগাযোগ আইন নিয়ে বিতর্ক করছে।裁决一出,厄瓜多尔各界很快出现许多反弹声浪,计划发动游行与抗争反对此事,许多人认为这是攻击言论自由,国会目前也在讨论新通讯法,因为朝野政党议员先前协商破局,才让此事在大众面前曝光。
8অনলাইনে মতামতও আছে সরকারের এই পদক্ষেপের পক্ষে আর বিপক্ষে। অনেকের জন্য টেলিভিশনের এই চ্যানেল বন্ধ করা প্রচার মাধ্যমের স্বাধীনতার উপর পরিষ্কার আক্রমণ।网络上对政府的决定意见不一,许多人主张让电视台断讯根本是戕害媒体自由,可能造成寒蝉效应,La Alharaca博客的Xica指出:
9আর এটা দাবিয়ে রাখার একটা পদক্ষেপ বলেও মনে হয়। ব্লগ লা আলহারাকার জিকা বলেছেন:厄瓜多尔政府让Teleamazones频道断讯三天,对于其他媒体或国会议员而言,这个讯息很强烈,政府能关闭媒体频道,纵然没有媒体法也无妨。
10ইকুয়েডরের সরকার যতই ভাবুক টেলিআমাজোনাসের প্রচার বন্ধ করা কেবলমাত্র ৩ দিনের জন্য, এটা যথেষ্ট অন্যান্য মিডিয়া আর এসেমব্লীর জন্য একটি কঠিন বার্তা পাঠাতে: আমরা একটা মিডিয়া চ্যানেল বন্ধ করতে পারি আর তার জন্য আমাদের মিডিয়া আইনের প্রয়োজন নেই।
11টেলিআমাজোনাস সম্পাদকীয় লাইন, যা সরকার বিরোধী, তাদেরও নিন্দুক আছে। আর সংবাদ উপস্থাপক জর্জ অর্টিজ এদের দৃশ্যমান প্রধান হিসেবে রয়েছে, যিনি সব সময়ে জ্বালাময়ী মন্তব্য করে সরকারের বিরুদ্ধে।Teleamazones频道反对政府的编采角度亦受人批判,尤其新闻主播Jorge Ortiz时常以恶毒言论指责政府,此外,这个频道的老板为银行家Fidel Egas,也让人质疑资讯是否公正而无偏见,不过Más Libros, Autores y Otros Riesgos博客的Eduardo Varas认为:
12তার সাথে, এই বাস্তবতা যে চ্যানেলটির মালিক ব্যাঙ্কার ফিডেল এগাস, সেটি উদ্যেশ্য আর তথ্যের পক্ষপাতিত্বের ব্যাপারে সন্দেহ জাগায় মানুষের মনে। এর সাথে সম্পর্কিত, মাস লিব্রোস অটোরেস ওট্রোস রিয়েসগোস ব্লগের এডুয়ার্ডো ভারাস লিখেছেন:竟然由行政机关决定何谓舆论与专业,这种作法不仅让一切混乱,也不是政府的重要工作,我们皆应有表达意见的自由,无论是拥有全世界财富的媒体机构、自认传达真理的媒体业主、自认握有真理的总统、像我这样的笨蛋、支持关闭媒体很合理的笨蛋,我们每个人都应有这种自由和权利。
13নির্বাহী শাখার মতামত প্রদানের অধিকার নিষিদ্ধ করা বা তাদের ঠিক করা কোনটা পেশাগত কাজ আর কোনটা নয় হচ্ছে নিষ্ঠুর একটা কাজ আর একে বাহবা জানানোর মানে হচ্ছে সব কিছুকে গুলিয়ে ফেলা।
14আমাদের সকলের স্বাধীনতা থাকা উচিত বলার জন্য যে আমরা কি চাই।这项裁决已经定案,接下来还得观察,此事会否影响在国会内讨论的新通讯法。
15যদি আমরা একটা মিডিয়া আউটলেট হই বিশ্বের সকল অর্থসহ আর একজন মালিক যে নিজেকে সত্যের ধারক মনে করেন, বা একজন প্রেসিডেন্ট যিনি নিজেকে সত্যের ধারক হিসেবেও মনে করেন, বা আমার মতো একজন বোকা, বা যেসব বোকারা মিডিয়া চ্যানেল এর বন্ধ হওয়া উদযাপন করে সঠিক কাজ মনে করে।
16আমাদের সবার ক্ষেত্রেই বিষয়টি খাটে।校对:Soup
17এই টিভি চ্যানেলকে স্থগিত করার ব্যবস্থা চূড়ান্ত হয়েছে আর এখন দেখার বিষয় এটি নতুন যোগাযোগ আইন যা বর্তমান জাতীয় কংগ্রেসে বিতর্কিত হচ্ছে তার উপরে কোন প্রভাব ফেলে কিনা।