Sentence alignment for gv-ben-20101115-13369.xml (html) - gv-zhs-20101118-6734.xml (html)

#benzhs
1ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা消费责任網絡影片竞赛得主出炉
2চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে।
3ইকোডেস এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার আয়োজক।
4স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে।第四届国际消费责任文化網絡短片竞赛已选出优胜者,这项比赛由ECODES及西班牙阿拉贡(Aragon)地区政府举办,开放西班牙及拉丁美洲的西语创作者参加,最后在10部决赛作品中,由来自哥伦比亚的参赛影片胜出。
5এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে। নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও।十部决赛作品来自西班牙、巴西及哥伦比亚,以下是得奖作品The Recicleta,呈现若要以符合生态的方式生存,就得采取激烈但必要的行动。
6এর নাম দি রিসিসেলেটা। এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে।以下是部分决选作品,下一段影片题为“塑胶”,来自西班牙Zaragoza地区,以有趣方式呈现,光是购物用塑胶袋就能占领住家,我们在公寓里能把塑胶袋拨开,但无法让它离开地球:
7পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও। পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক।来自巴西的Individual Choice也入围决赛,介绍该如何改善或改变日常生活的决定,才能对环境更加负责:
8এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে। এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে।若要浏览其他入围作品,并瞭解影片及创作者想表达的概念,请见此。
9আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না।
10ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল।校对:Soup
11এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব:
12অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় জানতে পারবেন।