Sentence alignment for gv-ben-20110423-17150.xml (html) - gv-zhs-20111206-10172.xml (html)

#benzhs
1তাইওয়ান: অর্কিড দ্বীপে পারমাণবিক বর্জ台湾:兰屿岛上的核废料
2পারমাণবিক জ্বালানী রিয়েক্টরের ব্যবহারের পরে যে অব্যবহার্য বস্তুতে পরিণত হয় তাকে পারমাণবিক বর্জ বলে।[本文英文版原载于2011年3月31日]
3এটি বিপজ্জনকভাবে তেজষ্ক্রিয় আর হাজার বছর ধরে এমনি থেকে যায়।核废料是核子反应炉中的燃料使用完后残留下来的物质。
4১৯৭০ সালে তাইওয়ানের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মানের চার বছর পরে, তাইওয়ান অ্যাটমিক এনার্জি কাউন্সিল তাদের পারমাণবিক বর্জ অর্কিড দ্বীপে (লানিউ) ফেলার সিদ্ধান্ত নেয়, যেখানে বংশ পরম্পরায় আদিবাসী তাও (ইয়ামি) রা বাস করছে।这种物质在往后的几千年内都有高辐射性以及危险性。
5বিশ বছরের বেশী সময় অতিবাহিত হয়েছে, তেজষ্ক্রিয় বর্জের পাত্র জং ধরে ক্ষয়ে গেছে আর মনে হচ্ছে এই সমস্যার কেউ সমাধান করতে চায় না।自台湾于1970年设置第一做核能发电厂算起四年后,台湾行政院原子能委员会决定将核废料储存在兰屿,这个达悟族(旧称雅美族)世代居住的岛屿。
6আকাশ থেকে তাইওয়ানের অর্কিড দ্বীপের চিত্র, ছবি ফ্লিকার ব্যবহারকারী ব্যাম্বিক্রোর সৌজন্যে (সিসি বাই-এনসি ২.经过20多年,这些高度辐射性的核废料桶早已腐蚀生锈,但显然没有人要来解决这个问题。
7০) অর্কিড দ্বীপে পারমানবিক বর্জ রাখার দুটো এলাকা আছে।台湾,兰屿的空照图。
8প্রত্যেক সপ্তাহে তাইওয়ান থেকে নৌকা করে তেজষ্ক্রিয় পদার্থ অর্কিড দ্বীপে আসে আর বছরে ৪৫,০০০ ব্যারেল বর্জ এই সুন্দর দ্বীপে ফেলা হয়।图片来自Flickr使用者bambicrow (CC BY-NC 2.0)
9তাওদের ভাগ্য চিরতরে বদলিয়ে দিয়েছে এই পারমানবিক বর্জ ফেলার এলাকা।在兰屿岛上有两座核废料储存场。
10পাবলিক টেলিভিশন ওয়েবসাইটে প্রচারণার পাতায়, তাওরা দাবি করেছে যে সরকার যেন তাদের সন্তানদের শান্তিপূর্ণ শৈশব ফিরিয়ে দেয়:每周都会有船从台湾本岛运来核废料,每年共储存45000桶的废料在这座美丽的岛上。
11১৯৮০ সালে অর্কিড দ্বীপে তাইওয়ান থেকে পারমাণবিক বর্জ পাঠানোর সময় থেকে, অর্কিড দ্বীপের বাচ্চারা বড় হচ্ছে উড়ন্ত মাছ, ছোট শূকর আর ব্যারেল ভরা পারমাণবিক বর্জের সাথে।这些核废料储存场永远的改变了这些达悟族人的命运。
12বিস্তারিত এক রিপোর্ট অনুসারে তাও এর মানুষ পারমাণবিক বর্জ ফেলার এলাকার নির্মাণ সম্বন্ধে জানত না:在公视网站上的一个抗争运动网页上,达悟族人发出声明要政府将和平快乐的童年还给他们的孩子们:
13এটা যখন নির্মিত হচ্ছিল [১৯৭৯ সালে] আমরা কেউ জানতাম না যে এটা পারমাণবিক বর্জ রাখার জন্য নির্মিত হচ্ছে। সেই সময়ে আমাদের গ্রামের প্রধান চীনা ভাষা বুঝত না।民国六十九年核废料从台湾漂洋过海到兰屿,从此以后,伴随着兰屿小朋友长大的,除了飞鱼、迷你猪,还有核废料桶。
14নির্মান কর্মীরা কিছু গ্রামবাসীকে বলেছিল যে তারা ‘টিনজাত খাদ্যের কারখানা' নির্মাণ করছে আর পারমাণবিক বর্জ ফেলার স্থানকে সেনা সৈকত বলা হয়েছিল…根据一个深度报导,达悟族人对于核废料储存场的兴建根本一无所知:
15তাওরা যখন অবশেষে পারমাণবিক বর্জের ভয়াবহতা সম্পর্কে ১৯৮৭ সালে জানতে পারে, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে আর এই যুদ্ধ ২০ বছরের বেশী সময় ধরে চলছে।当初兴建时[1979年]我们完全不知道是核废料储存场。
16১৯৯৫ সালে তারা ‘পারমাণবিক ভুতকে বের করে দেবার' কথা ঘোষণা করে:当时我们的村长甚至听不懂中文。
17তাওরা বিশ্বে মাত্র ৩০০০ জনের বেঁচে থাকা একটা আদিবাসী দল।建筑工人告诉一些村民他们建造的是“罐头食物工厂”,而他们所建造的码头是为了军事用途…
18আমরা কবি। আমরা শান্তিতে বিশ্বাস করি।当达悟族人在1987年终于了解到核废料的危险之后,他们便开始发起抗争并且持续了超过20年。
19আমরা আর কিছুতেই এটা মানতে পারি না যে তাইওয়ানের পাওয়ার কোম্পানি আমাদের দেহকে গিনিপিগের মতো ব্যবহার করবে।1995年,他们宣布了“反核废 驱逐恶灵宣言”:
20নীচে ‘দ্যা বর্ডারল্যান্ড' নামে একটি প্রামাণ্য চিত্রের অংশ বিশেষ।雅美族,全球只有三千人,一个吟诗的民族,一个和平的民族,我们不愿意再以我们族人的血肉之躯去作为台电核能人体实验的对象。
21এখানে অর্কিড দ্বীপে তাওদের জীবন আর সংস্কৃতি তুলে ধরা হয়েছে আর এই ভিডিও ক্লিপের ১.底下是记录片“国境边陲”的片段。
22২০ থেকে ২.里面显示出达悟族在兰屿岛上的生活以及文化。
23৫৮ মিনিট দৈর্ঘ পর্যন্ত কিছু মূল্যবান ঐতিহাসিক ছবি রয়েছে যা ১৯৮৭ সাল থেকে তাওদের পারমাণবিক বর্জ রাখার বিরুদ্ধে বিক্ষোভের ছবি দেখায়:影片中的1:20到2:58更纪录了达悟族人在1987年抗议核废料的珍贵照片:
24২০০২ সালের ৩১শে ডিসেম্বর তাওরা সক্ষম হয় তাইওয়ান পাওয়ার কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে।2002年12月31日,达悟族人终于设法中止了与台湾电力公司的合约。
25তবে তাইওয়ান সরকারের কোন ইচ্ছা নেই দ্বীপ থেকে পারমাণবিক বর্জ সরানোর।但是台湾政府根本没有计划要搬运兰屿岛上的核废料。
26তাওদের জন্য এর পরের পর্যায়ের যুদ্ধ হচ্ছে সরকারের উপরে চাপ প্রয়োগ করা যাতে বর্জের এই সমস্যার সমাধান করা হয়।达悟族人接下来的战斗则是要迫使政府正视并且解决废料问题。
27নীচে অর্কিড দ্বীপের পারমানবিক বর্জ সমস্যা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।底下是另一段对于兰屿核废料问题的特别报导。
28রিপোর্টার পরিবেশবিদ, সরকার আর বিক্ষোভকারীদের সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু কেউ এই সমস্যার যথাযথ সমাধান দিতে পারেনি:影片中记者访问了环境学家、政府官员以及抗争者但没有任何人能够提出一个可行的办法来解决这个问题:
29২০০৮ সালে প্রথম ব্যারেল পারমাণবিক বর্জ অর্কিড দ্বীপে রাখার ২৬ বছর পরে, সরকার অবশেষে উদ্যোগ নেয় এই সকল পারমাণবিক বর্জ ব্যারেলের সম্পূর্ণ নিরাপত্তা তদন্ত করে দেখার।2008年,在兰屿储存第一桶核废料的26年后,台湾政府终于对这些核废料桶做了安全检查。
30স্থানীয় একটা সংবাদ রিপোর্ট যেটা অর্কিড দ্বীপ ই- সংবাদ ওয়েবসাইটে আবার পুন:মুদ্রণ করা হয়, সেখানে বলা হয় ফলাফল দুশ্চিন্তার ছিল।根据一篇刊载在当地兰屿电子报的一篇新闻,检查结果时分令人忧心。
31তাইওয়ান অ্যাটমিক এনার্জি কাউন্সিলের ইন্সপেক্টররা জানতে পারেন যে:台湾原子能委员会的调查员发现:
32প্রথম তদন্তের সময় বিবেচনা করা ৪০০০ এর বেশী ব্যারেল সব জং ধরে নষ্ট হয়ে গেছে।首座开盖检整的壕沟贮放的四千多桶核废料全部锈蚀,部分废料桶甚至已开膛剖肚。
33কিছু ব্যারেল এই পরিমাণ নষ্ট হয়ে গেছে যে লোহার পাতের গায়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে।核废料桶禁不起兰屿高温潮湿和高盐分的恶劣环境,1992年起即陆续出现锈蚀。
34১৯৯২ সাল থেকে, এইসব পারমাণবিক বর্জের ব্যারেল উচ্চ তাপমাত্রা, জলীয় বাষ্পের উচ্চমাত্রা আর অর্কিড দ্বীপের লবনাক্ত পরিবেশের কারনে ধ্বংস হচ্ছে।谁应该要负责处理这些核能废料?
35পারমাণবিক বর্জের কে দেখভাল করবে?谁应该对这些核废料负责?
36পারমানবিক বর্জের জন্য কে দায়ী থাকবে?我们还能将这些废料运往何处呢?
37পারমাণবিক বর্জ কোথায় যাবে?博客Annpo指出核废料的问题不应该在台湾审查能源政策时被忽略,更应该审慎考量核能发电厂的安全性:
38ব্লগার আনপো দেখিয়েছে যে পারমাণবিক বর্জের সমস্যা তাইওয়ানের শক্তির নীতিতে অবহেলা করা যাবে না, আর এর সাথে থাকবে পারমাণবিক শক্তি কেন্দ্রের নিরাপত্তার বিষয়: অতীতে, আমাদের দেশে শক্তির অনেক দরকার ছিল বৃহত কারখানা তৈরির জন্য।当年,国家发展重工业,需要大量电力,今日国家依然要大力发展,生产更多需要被消化被解决的问题,发展之后留下的都是“债”。
39আজকেও আমাদের দেশ উন্নয়নের এই পথ অনুসরন করতে চায় যা থেকে অরো বেশী সমস্যা হবে যা ভবিষ্যৎে সমাধান করতে হবে।债,谁要还?
40উন্নয়নের পরে সবসময়ে ‘দেনা' থেকে যায়।谁来还?
41কে দেনা আদায় করবে? আমরা কি শক্তির ব্যবহারের মাত্রার উপরে তা নির্ধারণ করবো আর প্রস্তাব করবো যে যে স্থানের মানুষ সব থেকে বেশী বিদ্যুত খরচ করে সেখানে নতুন পারমাণবিক বর্জ রাখার স্থান করা হয়?要不,根据用电统计,用电量最多的地区,作为核废料掩埋场,好不?
42আর জিজ্ঞাসা করা যে যারা পারমাণবিক শক্তি কেন্দ্রকে সমর্থন করে তারা যেন বাসায় একটা করে ব্যারেল নিয়ে যায়?支持兴建核电的,一人抱一桶回家,好不?