# | ben | zhs |
---|
1 | ইরানী নারী অধিকার ওয়েবসাইট আরএসএফ অনলাইন স্বাধীনতা পুরষ্কার জিতেছে | 伊朗:女权网站获得网络自由奖 |
2 | রিপোর্টার্স উইদাউট বর্ডাস (আরএসএফ) এবং গুগুল নারী অধিকার ওয়েবসাইট উই চেঞ্জ এর অনলাইন সাংবাদিকদের ১২ মার্চ সম্মানিত করেছে প্রথম ‘নেটিজেন পুরষ্কার' দিয়ে। এ্টি একটি নতুন বার্ষিক পুরষ্কার সেইসব ব্যাক্তিদের জন্য যারা অনলাইনে প্রকাশের স্বাধীনতা রক্ষা করেন। | 「无疆界记者组织」与Google共同创设「网络公民奖」,表扬在网络上捍卫言论自由的人士,3月12日公布第一届得奖者为女权网站we-change的记者,「无疆界记者组织」亦于同日发表「网络敌人」报告。 |
3 | ‘ইন্টারনেটের শত্রুদের' নিয়ে আরএসএফ এর রিপোর্ট একই দিনে মুক্তি পায়। উই চেঞ্জ এর পক্ষ থেকে পারভিন আর্দালান এই পুরষ্কার গুগুলের প্যারিস অফিস থেকে গ্রহন করেন। | Parvin Ardalan代表we-change于Google巴黎办公室受奖,伊朗女性运动长期奋斗不懈…如今也将民主式工作经验及方法带入网络空间。 |
4 | ইরানী নারীদের এই আন্দোলন সব সময়ে প্রতিরোধ দেখিয়েছে… এখন এই প্রচারণা চেষ্টা করছে তাদের অভিজ্ঞতা আর কাজের পদ্ধতিকে গণতান্ত্রিকভাবে সাইবার স্পেসে নিয়ে আসার। | |
5 | উই চেঞ্জ এর ওয়েবসাইটটি সহায়তা করছে এক ভার্চুয়াল প্রচারণাকে যার শিরোনাম “বিভেদ সৃষ্টিকারী আইন পরিবর্তনের দাবীতে এক মিলিয়ন সই সংগ্রহ“। | |
6 | এই প্রচারণা ইরানী আইনে নারীদের প্রতি বিভেদ সৃষ্টির সমাপ্তি দাবী করে। একই কারণে শান্তিপূর্ন এক বিক্ষোভের পরবর্তী আন্দোলন হচ্ছে এটি যা প্রথমে ২০০৬ সালের ১২ই জুন তেহরানের হাফত-এ তির স্কোয়ারে হয়েছিল। | 该网站长期支持一项网络活动名为「百万连署要求改变歧视法律」,这项活动要求废除伊朗法律歧视女性的条文,先前于2006年6月12日,人们也曾为同一目标在伊朗首都德黑兰(Tehran)的Haft-e Tir广场举行和平抗争。 |
7 | এখানে একটা ভিডিও যেখানে উই চেঞ্জ তাদের লক্ষ্য আর ইতিহাসের পরিচিতি জানাচ্ছে: | 以下影片中,we-change网站说明组织宗旨及历史: |
8 | পারভিন আর্দালান ইতোপূর্বে ২০০৭ সালে ওলাফ পালমে পুরষ্কার পেয়েছিলেন, কিন্তু ইরানী কর্তৃপক্ষ তাকে দেশের বাইরে গিয়ে তা গ্রহণের অনুমতি দেয়নি। | Parvin Ardalan也曾于2007年获得Olaf Palme奖,但伊朗政府未准许她出国亲自领奖,故她在YouTube网站上张贴这段画面: |
9 | তিনি তার বার্তা ইউটিউবে রেকর্ড করেছিলেন: এর মধ্যে বেশ কয়েকজন ইরানী ব্লগার জেলে আছেন যেমন নারী ব্লগার আর মানবাধিকার কর্মী শিভা নাজারাহারি। | 自去年6月12日总统选举后,伊朗已有多位博客遭到囚禁,包括女性博客兼人权份子Shiva Nazarahari。 |
10 | তিনি গত বছর ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে কারাগারে আটক আছেন। | 校对:Soup |