# | ben | zhs |
---|
1 | জাপানঃ আমি আমার কাজের জায়গায় একঘরে | 日本:在工作场合中被孤立 |
2 | যদি আপনি আপনার স্কুল বা কাজের জায়গায় একঘরে হয়ে থাকেন তাহলে ইন্টারনেট মুখ বাঁচানোর মাধ্যম হয়ে যায় - এটা লিঙ্গুয়া জাপানিজের ইজুমি মিহাশির সাথে আমার সাম্প্রতিক সাক্ষাতকারের একটা মন্তব্য ছিল। | 如果你被你所在的学校、或是你所工作的场合中被孤立的时候,網絡是唯一可以拯救你、容纳你的地方。 |
3 | এটার কথা আমার মনে পড়েছে যখন আমি একটি বেনামী ব্লগের (জাপানী ভাষায়) লেখায় একটি আত্মচিৎকার দেখেছি। স্কুলেই পিছনে লাগা বন্ধ হয়না। | 以上评论出自我最近所采访的对象:全球之声日本语翻译组的成员Izumi Mihashi ,而这提醒我了,我曾为了一则碰巧看到的关于工作上被孤立的匿名的博客而流的辛酸的眼泪。 |
4 | ফ্লিকার ব্যবহারকারি মেসির সৌজন্যে | 霸凌不只存在于学校校园里。 |
5 | টিকাঃ এই পোস্ট সামগ্রিকভাবে ভাষান্তর করা হয়েছে। মূল লেখায় কোন লিঙ্গের প্রতি কোন নির্দেশ করা হয়নি চরিত্রের কথা বলার সময়ে, কিন্তু ভাষান্তরের ক্ষেত্রে ধরে নেয়া হচ্ছে যে ব্লগার আর তার সহকর্মীরা পুরুষ। | by Flickr user maciejgruszecki.com |
6 | আজকে আমি আবারো বুঝেছি যে আমার কাজের জায়গায় আমার সাথে যে ব্যবহার করা হয় তা খারাপ। | 注:这篇文章由日文完全翻译为英文。 |
7 | সকালে কাজে গিয়ে আমি ইমেইল দেখেছি, আর প্রথম ঘন্টায় চারজন চারটা বিষয় নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। | 但请注意,原文并未给性别上的任何提示,但是为简要起见。 |
8 | যখন আমি একা হলাম তখন নিরবে এই খারাপ লাগা নিয়ে হেঁসে ফেলেছি। | 翻译上假设文中博客和同事是男性。 |
9 | আমার মনে হয় যদি একটা ভালো জিনিসের সাথে নিজেকে যুক্ত করতে পারি, আমি এইসব ব্যাপারের কিছুটা কাজ করাতে পারব যদি নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করি। | 今日,我再次了解我在我所工作的地方是受到何等刻薄的对待。 |
10 | বিষয়টা হচ্ছে যে আমি নিজেকে সম্পূর্ন রূপে বিচ্যুত না ভেবে পারিনা। | 当我今早上班时,头一个小时里我按照往例的收发我的邮件、还同时被四名同事为了四件不同的事情严厉斥责。 |
11 | সকালের সমস্যার পরে, আমার হাতে কিছু সময় ছিল। | 当这些灾难结束,只剩下我一个人的时候,我忍不住静静地带着苦楚而自嘲。 |
12 | আমার সাথে যারা রাগ করেছি তাদের একজনের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, “আমি তোমাকে কোন ব্যাপারে সাহায্য করতে পারি?” | 我觉得,如果我能找到一件正面积极的事情,我就可以专注把这些问题都解决。 |
13 | সে খুব ক্লান্ত মুখে আমাকে না বলল। | 然而,我无法不认为我根本就被其他人隔离了。 |
14 | আমাকে যে কোন কিছুতে সে বিশ্বাস করেনা তা তার মুখে লেখা ছিল। আমার খুব দু:খিত, বিব্রত লাগছিল আর তার সাথে আরো অনেক আবেগ আমার মধ্যে কাজ করছিল। | 早上的一连串灾难过去后,我的手终于从忙碌中空闲了下来了,我过去问了早上其中一名责难我的同事,轻声问他:有什么事是我可以帮忙的吗? |
15 | আমার হৃদয়ের গভীর থেকে আমি বলতে চেয়েছিলাম, “তোমাকে এমন বোধ করাবার জন্য আমি সত্যি খুব দুখিত।“ | 他用着疲惫的的表情对我说:没有,他的脸上写满着对我的不信任。 |
16 | আমি কোনক্রমে একটু হেসে বললাম, “কোন ভাবে সাহায্য করতে পারলে আমাকে দয়া করে বলবেন।“ | 我感到相当的抱歉、不好意思,心中充满着五味杂陈的复杂心情,我打从心底的想说;我很抱歉! |
17 | জায়গায় ফিরে আমি আমার আগের কাজ আবার দেখলাম যে সেখানে কিছু করার আছে কিনা। | 让你感到如此的不信任! |
18 | অনেক ভুল ছিল, তাই আমি আবার তা ঠিক করতে লাগলাম। | 但我强迫着自己对着对方微笑着说:下次有任何事情我帮得上忙的请让我知道。 |
19 | জানালার পাশে আমার বসার জায়গাটায় ঠান্ডা হওয়ায় আমি ভেন্ডিং মেশিন থেকে চা নিয়ে গরম হয়ে বসার চেষ্টা করলাম। | 当我回到了自己的座位,我检阅做过的工作,发现许多错误,于是着手修改。 |
20 | আমার পাশে বসা ব্যক্তি ক্ষুব্ধ হয়ে চিৎকার করে উঠলেন, “গন্ধ বের হয় এমন কিছু তোমার জায়গায় আনবে না। | 坐在靠窗的座位是如此之冷,于是我从自动贩卖机中弄了一些热茶来取暖,一位坐在我旁边的同事突然对着我怒轰:“你到底在想什么? |
21 | তুমি কি ভাবছো?” | 不要带任何发出味道的东西到座位上! |
22 | আমি প্রায় হাঁটুতে বসে ক্ষমা প্রার্থনা করলাম- আর কফি রুমে পালিয়ে গেলাম। | 我几似下跪般地向他道歉,然后快速逃到茶水间。 |
23 | হতাশ হয়ে কফি রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি ভাবতে লাগলাম কি উপায়ে নিজেকে ভালো করা যায়। | 在茶水间里,我带着沮丧,望向窗外,心里思索着我该做些什么来让自己更好。 |
24 | আমার বর্তমান অবস্থায় যে সমাধান আমি পেলাম সেটা খুব সাধারণ, আমি কিছুই করতে পারবো না, কেবল নিজের কাজের ব্যাপারে আরো সাবধান হয়ে সর্বোচ্চ চেষ্টা করা। | 但,当下我脑袋中唯一想的到的计划很笼统:就是没有别的方法,除非我更加小心行为,还有尽量凡事都做到最好而已。 |
25 | এই ধরনের জীবন তিন মাসের বেশী সময় ধরে চলছে। সত্যি বললে আমি এই কোম্পানি ছাড়তে চাই। | 这样子的生活已经过了三个月,老实说,我想辞掉这份工作了,是时候了。 |
26 | আমার মনে হয় সময় হয়ে গেছে। মাঝেমাঝে মনে হয় আমার এখানে থাকা উচিত না। | 有时,我会去想,我不应该再待在这里工作。 |
27 | তারপরেও ব্যক্তিগত উন্নতি না ঘটিয়ে চলে গেলে সেটা পালিয়ে যাওয়া মনে হবে। এটা আমি করতে পারি না। | 但是,自身毫无改善就辞职,就像是逃跑一样。 |
28 | আমি মানসিকভাবে ভেঙ্গে পরবো, না আমার সহকর্মীদের ধৈর্যচ্যুতি ঘটবে- কোনটা আগে ঘটবে? | 我无法就这样离开。 |
29 | আমি খুবি দুখিত যে আমি এমন হতাশ একজন মানুষ। আমি আসলেই দু:খিত। | 之后,会是我先精神崩溃,还是同事对我的耐心先到达极限呢? |
30 | আর আমার ঠান্ডা লেগেছে। কিন্তু আমি ছুটি নিতে পারবো না। | 我很抱歉我是一个这么凄惨、可怜的人,而现在我感冒了,但却不能请病假。 |