Sentence alignment for gv-ben-20090705-3958.xml (html) - gv-zhs-20090617-3007.xml (html)

#benzhs
1ক্যাম্বোডিয়া: অ্যাঙ্কর ওয়াট মন্দিরে বিতর্কিত আলোকসজ্জা柬埔寨:吴哥窟照明计划惹争议
2ক্যাম্বোডিয়ার সরকার ১১ শতকে নির্মিত মন্দির অ্যাঙ্কর ওয়াটে রাতের আলোকে ভ্রমণ এর প্রচারের জন্যে কৃত্রিম আলো বসিয়েছে। এর মূল উদ্দেশ্য ২০ শতাংশ পর্যটক কমে আসা ঠেকানো।为推广「夜光旅游」与挽救旅客人次下滑两成,柬埔寨政府在超过千年的吴哥窟寺庙上安装灯光,受到古迹保存人士及部分当地民众反对,吴哥窟为柬国最受欢迎观光景点,亦列名世界遗产。
3এই পরিকল্পনা কিছু ঐতিহ্য সংরক্ষণবাদী ও ক্যাম্বোডিয়ার সচেতন নাগরিকদের বিরোধীতার মুখে পড়েছে।
4অ্যাঙ্কর ওয়াট ক্যাম্বোডিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা এবং তা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (ঐতিহ্যবাহী সংরক্ষিত এলাকা) এর অন্তর্ভুক্ত।
5ঐতিহ্য সংরক্ষনবাদী বিশেষজ্ঞরা মন্দিরে কৃত্রিম আলোক বসানোর বিষয়টিকে ‘দৃষ্টিকটু' বলে অভিহিত করেছেন। ২০০৬ সাল থেকে এই পর্যন্ত মন্দিরে রাতে আলোকিত করার জন্য প্রায় ১২ মিলিয়ন আমেরিকান ডলার খরচ করা হয়েছে।古迹保存专家认为安装灯泡「相当难看」,自2006年以来,政府为现场灯光照明已花费逾1200万美元,希望将吴哥窟改造为娱乐场所场区。
6অ্যাঙ্কর ওয়াটকে একটি বিশাল বিনোদনমূলক এলাকায় পরিণত করার এক পরিকল্পনার এটি একটি অংশ।政府则强调照明工程获得联合国教科文组织支持,并表示只使用太阳能发电照明。
7সরকার আলোকসজ্জার বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে এভাবে যে এই প্রকল্প ইউনেস্কো সমর্থন করছে। কতৃপক্ষ আরো যোগ করছে যে এই আলো জ্বালানোর জন্য কেবল সৌরশক্তি চালিত বাতি ব্যবহার করা হয়।听闻政府在寺庙上凿洞安装灯泡,社会各界相当震惊,不过政府及包商一概否认:
8জনগণ বিস্মিত যখন তারা জানতে পারে বিদ্যুত বাতি বসানোর জন্য মন্দিরের ভেতর গর্ত খোড়া হয়েছে। এই বিষয়টি প্রকল্পের কন্ট্রাকটার এবং সরকার উভয়েই অস্বীকার করেছে:工程团队指出,他们安装灯泡的技术不会伤害庙宇本身,将灯泡固定于软木塞上,再放入庙宇既有的洞中,而且装置处也靠近低层石块,并强调灯泡本身热能很低,不会影响寺庙。
9যারা কাজ করেছে সেই টীম এ ব্যাপারটি অন্যভাবে ব্যাখা করেছে। তারা বলছে এই কাজের জন্য তারা এক বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছে যার মাধ্যমে বাল্বগুলো লাগানো হয়েছে।争议后来愈演愈烈,因为男子揭发吴哥窟照明问题后,政府律师控告他散播不实资讯,被告害怕遭迫害已逃往法国。
10এতে মন্দিরের কোন ক্ষতি হয়নি।吴哥窟寺庙照片来自Flickr用户DragonWoman
11তারা কর্ক স্টপার এর মাধ্যমে বাল্ব বসিয়েছে সেই সমস্ত এলাকায় যেখানে ইতিমধ্যে গর্ত হয়েছিল এবং তা বসানো হয় পাথরের নীচের স্তরে।
12যারা সেখানে এই প্রকল্পে কাজ করছে তারা দাবী করছে যে যে আলো জ্বালানো হয়েছে তা খুবই সামান্য আলো দেয় এবং তা মন্দিরের কোন ক্ষতি করবে না।
13বির্তক আরো তীব্র আকার ধারন করে যখন অ্যাঙ্কর ওয়াট মন্দিরের আলোক সজ্জার কাজে নিয়োজিত একজনের বিরুদ্ধে সরকারী আইনজীবি মামলা দায়ের করেন। মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।以下是柬埔寨博客圈的部分反应,The Son of the Empire指出:
14অভিযুক্ত ব্যাক্তি বিচার এড়ানোর জন্য ফ্রান্সে পালিয়ে গেছে। অ্যাঙ্কর ওয়াট মন্দিরের ছবি, ড্রাগনওমেনের ফ্লিকার পাতা থেকে নেওয়া当柬埔寨领导无能带领国家,让国家走向透明、安全、稳定、尊重人权,却仍继续贪污、屈服于其他国家,纵然加上灯光,就能吸引更多旅客至吴哥窟及柬埔寨吗?
15নীচে ক্যাম্বোডিয়ার ব্লগোস্ফিয়ারের কিছু প্রতিক্রিয়া দেওয়া হলো। দি সন অফ দ্যা এম্পারার ব্লগ বলছে:我个人无法忍受这些灯泡装饰,也觉得同意此计划者根本是叛国。
16ক্যাম্বোডিয়ায় নেতা সামগ্রিকভাবে যেখানে দেশটিকে স্বচ্ছভাবে, নিরাপত্তা প্রদান করে চালাতে পারছে না, সেখানে এই কৃত্রিম আলোক সজ্জা কি অ্যাঙ্কর ওয়াট মন্দিরে আরো বেশী পর্যটক আকৃষ্ট করতে পারবে?
17ওদিকে দেশটিতে স্থায়ীত্ব নেই, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নেই এবং দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশ ভিক্ষার উপর নির্ভর এবং প্রতিবেশী দেশ দ্বারা প্রভাবিত।
18ব্যাক্তিগতভাবে আমি মনে করি এই আলোক সজ্জা গ্রহণযোগ্য নয় এবং আমি মনে করি যারা এই প্রকল্প করার সুযোগ করে দিয়েছে তারা বিশ্বাসঘাতক। তারা দেশের জন্য গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি।那些人应思考长期,尽可能保存伟大祖先所建造留下来的遗产,为了我们,也为了世界,吴哥窟已成为我国及人民的灵魂、精神及骄傲。
19ওই সমস্ত লোকেরা অবশ্যই ভবিষ্যতের কথা বিবেচনা করা উচিত ছিল এবং তাদের অবশ্যই সবচেয়ে সেরা উপায়ে আমাদের মহান পুর্বপুরুষদের তৈরী করা কাজগুলো রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।
20আমাদের পুর্বপুরুষরা এই কাজগুলো আমাদের এবং পৃথিবীর জন্য তৈরী করেছিল। এটি আমাদের জনগণের এবং জাতির জন্য আত্মা, শক্তি এবং গর্বের বিষয়ে পরিণত হয়েছে।Real Cambodia赞扬政府努力改善吴哥窟的形象:
21রিয়েল ক্যাম্বডিয়া উৎসাহ প্রদান করছে অ্যাঙ্কর ওয়াটের দৃশ্য উন্নত করার প্রচেষ্টাকে: আমি রাতের বেলা অ্যাঙ্কর ওয়াটকে দেখার এই চিন্তাটিকে পছন্দ করেছি।我喜欢在夜间欣赏吴哥窟的点子,想像中那些雕像、刻画及光影肯定很棒,也希望他们以创新及聪明方式,使用LED灯等无害环境的照明,创造各种迷幻且具张力的画面,但我也希望多数地区不要遭到破坏,保持吴哥窟做为自然与超自然交会点的特色。
22আমি কল্পনা করছি মুর্তি, বাঁক, এবং ছায়াগুলো অন্যরকম সুন্দর হবে, বিশেষ করে সুখী সময়ে এবং আশা করছি তারা সত্যিই পরিবেশ বান্ধব আলোকসজ্জা ব্যবহার করবে, যেমন এলইডি লাইট বেশ স্মার্ট বা চতুর এবং কৌশলী ভাবে চারপাশে অজস্র বিস্ময়, নাটকীয় পরিবেশ সৃষ্টি করবে।
23কিন্তু তার সাথে আমি আশাবাদী যে তারা বেশীর ভাগ পার্ক নষ্ট না করেই এই কাজটা করবে। সবচেয়ে ভালো হয় যদি তার প্রকৃতি ও অতিপ্রাকৃত অব্স্থানের মাঝে আলাদা অবস্থান বজায় রাখা যায়।The Southeast Asian Archaeology Newsblog则警告,提高吴哥窟旅客人数有害未来:
24দি সাউথ ইস্ট এশিয়ান আর্কিওলজি নিউজব্লগ (দক্ষিণ এশিয়ার প্রত্নতত্ব ব্লগ) সর্তক করে দিয়েছে যে অ্যাঙ্কর ওয়াটে পর্যটকের সংখ্যা বাড়া তার জন্য খারাপ।
25এই কাজটি হয়তো ক্রমাগত কমে আসা পর্যটন ব্যবসার পরিমাণ হয়তো আবার বাড়িয়ে দেবে।此举或许能冲击下滑的观光人次,但却未处理古迹专家多年来提到的问题,观光潮增加最终将带来负面效应。
26কিন্ত তা ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞরা বছর ধরে বলছেন অ্যাঙ্কর ওয়াটে পর্যটকের আগমন বেড়ে যাওযা তার নিজের স্থায়িত্বের জন্য ভালো নয়।
27একজন অজ্ঞাত নামা মন্তব্যকারী এই আলোকসজ্জার বিষয়টি বাতিল করেছে:一位匿名留言者反对夜间照明计划:
28এমনকি স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষ আমাকে পছন্দ করে, আমি দেখতে পাচ্ছি এ রকম এক পবিত্র স্থাপনা আলোকিত করা যথাযথ কাজ নয় বিশ্বের যে কোন প্রান্তে।
29অ্যাঙ্কর ওয়াটের মতো এ রকম একটা চমৎকার ঐতিহ্যকে তার মতোই রাখা উচিত। যে এরকম একটা ধারণা নিয়ে এসেছে তার চাকুরী চলে যাওয়া উচিত!!!!就连我是个平凡一般民众,也看得出来这些照明对世界任何地方的神圣场所都不适合,更遑论是像吴哥窟这种伟大遗产,无论谁提出这个想法都该遭到开除!
30তার নন্দন তত্ব সমন্ধে কোন ধারণা নেই, যাই হোক!!!毫无任何美感!
31ডেপুটি প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে এই বির্তকিত বিষয়ে প্রশ্নোত্তরে জন্য ডাকা হবে।副总理将前往国会,将接受议员对此计划的质询。
32এ সমন্ধে জেমানতার আরেকটি প্রবন্ধ Email缩图来自Flickr用户tylerdurden1
33লিখেছেনMong Palatino অনুবাদ করেছেন বিজয়校对:Soup