# | ben | zhs |
---|
1 | পাকিস্তান: “আমেরিকা কর্তৃক আরেকটি কাপুরুষোচিত আক্রমণ” | 巴基斯坦:美军又一次卑劣攻击 |
2 | মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানী অঞ্চলের ভেতরে ঢুকে হামলা চালায় সেটি কারো অজানা নয়। কয়েকদিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের আড্ডা অঞ্চলে এরুপ একটি আক্রমণে ২০ পাকিস্তানী মারা গেছেন। | 美国攻击巴基斯坦边界已经不是新鲜事,九月初美军攻打南瓦齐瑞斯坦(South Waziristan)的安古亚达地区(Angoor Adda area),至少杀害了20名巴基斯坦人,但这不是全部,这是近期内第五次攻击,死亡超过20人,这些受害者都是无辜的,他们既不是恐怖份子,也不是恐怖份子的支持者,却在反恐战争中丢掉性命。 |
3 | কিন্তু এই শেষ নয়। এটি সাম্প্রতিক কালে পঞ্চম আঘাত। | 博客Brig (r) Junaid Zaman在The Pakistani Spectator上写道: |
4 | এই মৃতরা সবাই নিরপরাধ ছিলেন। | 美军嗜血的欲望还没满足,现在他们甚至想要更多血祭。 |
5 | তারা সন্ত্রাসী বা তাদের সাপোর্টার ছিলেন না, তবুও ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' তাদের মরতে হলো। | 疯狂的美军将炮火延伸至巴基斯坦的土地,从瓦齐瑞斯坦的安古亚达地区开战,而他们不会仅仅满足于攻打这区。 |
6 | ব্রিগেডিয়ার (অব:) জুনায়েদ রহমান দ্যা পাকিস্তানি স্পেক্টেটর এ লিখছেন: আমেরিকার সৈন্যদের রক্তপিপাসা এখনও মেটেনি এবং তারা আরও (মৃত্যু) চাইছে। | 大批美国士兵搭着CH-47契努克(Chinook)直升机空降巴基斯坦,沿途炸毁民房,见人就开枪扫射,罹难的都只是平民,他们正忙着准备早餐,好迎接一日斋戒;受伤的人包括妇女、孩子和男性,当其它人到达战区时,发现这些人已经死在自家门外,头部中了好几枪。 |
7 | এবং তাদের পাগলামী তারা পাকিস্তানী ভুমিতেও সম্প্রসারিত করেছে। তারা ওয়াজিরিস্তানের এন্গোর আড্ডায় আক্রমণ দিয়ে শুরু করেছে এবং সেখানেই থেমে যায়নি। | 来自不同领域的博客,同声诅咒这些攻击事件,Farhan at Guppu认为这些攻击事件是厚颜无耻、卑劣低等的行为,侵犯巴基斯坦的主权与尊严。 |
8 | চারটি সিএইচ-৪৭ পরিবহন হেলিকপ্টারে করে এসে অনেক আমেরিকান সৈন্য অবতরন করে এবং যে সমস্ত পুরুষকে তারা পেয়েছে গুলি করে মেরেছে। যারা মারা গেছে তারা সবাই পরবর্তী দিনের রোজা থাকার জন্যে সেহেরী বানাতে ব্যস্ত ছিল। | 巴基斯坦外交部长库雷希(Shah Mehmood Qureshi )用强烈字眼谴责近期事件,响应表示巴基斯坦对攻击事件保留权利;伊斯兰大会党(Jamat Islami Party )领袖哈姆德(Qazi Hussain Ahmed)则表示政府不应该只对攻击事件保留权利,而应采取强硬手段反抗;正义运动党(Pakistan Tehreek-e-Insaf Party )谴责美军攻击事件是由正在遵行总统Musharraf政策的巴基斯坦政府所批准的。 |
9 | মৃতদের মধ্যে মহিলা এবং শিশুরাও ছিল। | 人民似乎对政府的反应感到失望。 |
10 | অন্যরা ঘটনাস্থলে এসে দেখে যে তারা তাদের বাড়ীর বাইরে পড়ে আছে মাথায় বুলেটের আঘাত নিয়ে। | 博客NEA at Buzzvines对巴基斯坦政府的表示愤怒如下:这些攻击部队竟然是雇用巴基斯坦佣兵贩卖或杀害一些巴基斯坦乡村人民,而后计划在巴基斯坦开启一场为期数周的反恐战争,巴基斯坦军方与国防部真是太丢脸了! |
11 | সব ধরনের মানুষ এবং বিভিন্ন ব্লগাররা জোর কন্ঠে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। | 博客Fahad at Chowrangi则回应如下:据称周三巴基斯坦召见美国大使帕特森(Anne W. |
12 | গুপ্পু ব্লগের ফারহান এই আক্রমণকে লজ্জাজনক, কাপুরুষোচিত এবং পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বলে অভিহিত করেছে। | |
13 | পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী জোর কন্ঠে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে এই আঘাতের জবাব দেবার অধিকার পাকিস্তানের আছে। | |
14 | জামাতে ইসলাম দলের নেতা কাজী হুসেইন আহমেদও বলিষ্ঠ কণ্ঠে এর প্রতিবাদ জানিয়ে বলেছে যে পাকিস্তান সরকারের শুধু প্রতি আক্রমণ করার অধিকার রয়েছে এমন নয় তাদের এটি করা উচিৎ কারন এটি প্রয়োজন হয়ে পড়েছে। | |
15 | পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান বলেছেন যে আমেরিকান সেনারা সরকারী কর্মকর্তাদের অনুমতিতেই এই আক্রমণ করেছে যারা রাষ্ট্রপতি মুশাররফের নীতি এখনও চালিয়ে যাচ্ছে। | |
16 | সাধারণ মানুষ সরকারের কার্যক্রমে খুবই হতাশ। বাজভাইনস এ নিয়া এই বলে তার রাগ ঝাড়ছে পাকিস্তান সরকারের উপর: | Patterson)针对安古亚达事件表示抗议,现在事情变得不明朗,巴基斯坦似乎挨了帕特森令人作恶的恶毒手段一鞭,美国好像认为巴基斯坦当局在安古亚达地区献给美军的鲜血还不够。 |
17 | “কিভাবে কেউ পাকিস্তানকে এভাবে আক্রমণ করতে পারে, যেখানে আক্রমণকারীরা প্রথমে পাকিস্তানী সৈন্যদের ভাড়া করেছে তাদের দেশবাসীদের হত্যা করার জন্যে এবং পরে একসাথে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান ইতিমধ্যে চালিয়েছে। | |
18 | সেনাবাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রীর জন্যে এটি খুবই লজ্জাজনক!!! | 许多博客抗议这些抗议事件,在博客张贴串连贴纸,上面写着:「我们抗议美国攻打巴基斯坦。」 |
19 | ওদিকে চৌরঙ্গির ফাহাদ এই কথাগুলো দিয়ে তার মনোভাব ব্যক্ত করছে: | 校对:Portnoy |
20 | “পাকিস্তান নাকি জাতিসঙ্ঘের দুত অ্যান ডাব্লিউ প্যাটারসনকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে পাঠিয়েছে অ্যাঙ্গুর আড্ডা ঘটনার জন্যে। | |
21 | এখনও এটি সত্যি পরিস্কার নয় যে পাকিস্তানি কর্তৃপক্ষ প্যাটারসনের কাছে অভিযোগ করেছে নাকি তিনি পাকিস্তানিদের ভৎসর্ণা করেছে অ্যাঙ্গুর আড্ডায় বেশী রক্ত বয়ে যায়নি এই জন্যে।” | |
22 | অনেক ব্লগার এই আক্রমণের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে উপরের এই ব্যাজ ধারন করে যা বলে “আমরা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের আক্রমনের প্রতিবাদ করছি”। | |