Sentence alignment for gv-ben-20080514-912.xml (html) - gv-zhs-20080516-1099.xml (html)

#benzhs
1চীন: ক্ষতিগ্রস্ত শহরের সাক্ষীরা বলছে ভুকম্পনের ক্ষয়ক্ষতি বাড়ছে地震损毁数字上升;亲历地震者的感言
2মৃতের সংখ্যা: ১২,০১২ (সরকারী পরিসংখ্যান মতে শুধু সিচুয়ান প্রদেশে)死亡人数19509(官方统计),人数日后可能增至50000。
3সর্বশেষ: ভূমিকম্পের কেন্দ্রের বিচ্ছিন্ন হয়ে যাওয়া শহরগুলোতে ১৩০০ সৈন্য অবশেষে পৌঁছতে পেরেছে।更新:首批1300名官兵终于进入了早前隔离的震央县镇。
4তবে ভূমিধসে হাইওয়ের অনেক রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে, ফলে যোগাযোগে অসুবিধা হচ্ছে।但山泥倾泻截断了道路及高速公路,通讯仍然困难。
5আরও প্রায় ৫০,০০০ লোকের বর্তমান অবস্থা অজানা।另有5万人失踪。
6পেঙঝুতে প্রায় লাখখানেক লোক আটকা পরেছে পাহাড়ী অন্চলে।估计彭州市有10万民众被堵在山中。
7সৈন্যরা বাধা পেরিয়ে আস্তে আস্তে সেখানে উপস্থিত হচ্ছে। সর্বশেষ: ৯২১৯ (সকাল ৮.军队正越过重重障碍前往救灾。
8০০, ০৫. ১৩) ৮টি অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। কিন্তু এখনো ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোন খবর নেই।更新:据报导,八个省9219人死亡(5月13日早上8时).
9পড়ন্ত পাথরের নীচে বে-চুয়ান অনেকটা ঢেকে গেছে।但震央中心三个县镇的情况未明。
10এর অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে কিন্ডারগার্টেন আর স্কুলগুলো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত।北川县城 有大批民众被掩埋于倒塌的瓦砾中。
11এখনো ভূমিধস হচ্ছে।令人痛心的是幼儿园和学校的灾情最严重。
12বেইচুয়ান প্রদেশ ভূমিকম্পের পূর্বে: বেইচুয়ান প্রদেশ ভূমিকম্পের পরে, ধ্বংসস্তুপে পরিণত该区山体垮塌持续。
13দুজিয়ঙ্গিয়ানের একটি উচ্চ বিদ্যালয়ে ৯০০ জন ছাত্রের চাপা পড়ার খবর আছে, আর ধসে পড়া বাড়িতে ৬০ জন ছাত্র মারা গেছে।
14খেলার মাঠে মৃত ছাত্র-ছাত্রীরা শুয়ে আছে।地震前的北川县城
15প্রার্থনা করুন।震后的北川县城几乎被夷为平地
16এই ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত এলাকায় মারা যাওয়া লোকের হাল নাগাদ লিস্ট দেয়া হচ্ছে।据报导都江堰的一所中学有900个学生被埋,教学楼垮塌造成60个学生丧生。
17সর্বশেষ: ওয়েঞ্চুয়ান প্রদেশ যা ভূমিকম্পের কেন্দ্রে ছিল তার খবর নেই।他们的遗体排放于操场。
18এটা যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হয়ে পড়েছে।为他们祈祷吧!
19এখানে হান, তিব্বতী আর হুইরা এক সাথে থাকত।门户网站实时公布各灾区伤亡人员汇总。
20(গত ১২ই এপ্রিল) স্থানীয় সময় বিকাল ২:২৮ মিনিটে ৭. ৮ মাত্রার ভূমিকম্প চীনকে আঘাত হানে।更新:据报导,八个省9219死亡(5月13日早上8时)。'
21ভূকম্পন ওয়েঞ্চুয়ান আর সিচুয়ান প্রদেশ কেন্দ্রীভূত ছিল যা চেংদু থেকে (যেখানে ১ কোটি ২০ লক্ষ লোক বাস করে) প্রায় ৫০ মাইল পশ্চিম-উত্তর দক্ষিণে। এটা শুধু তীব্র ছিল না বরং অনেক বড় মাপের হয়েছিল যেহেতু পুরো দেশ এই কম্পন অনুভব করেছে।震央汶川县,因道路、通讯中断,情况未明,那里同时居住着汉、藏、回族人。
22এখন পর্যন্ত ১০৭ টি মৃত্যুর খবর দেয়া হয়েছে যার সাথে আহত আর ধসে যাওয়া বাড়ির খবরও আছে। ওয়েন চুয়ানে যাওয়ার রাস্তা বন্ধ।中国四川省当地下午2时38分,发生了 7.8级地震。
23মৃতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ: বিকালে বিচুয়ান প্রদেশে ৩০০০ থেকে ৫০০০ মৃতের খবর এসেছে যা কেন্দ্রের কাছাকাছি ছিল।震央是四川省成都市西北约50哩的汶川县,当地人口1千2百万。
24কম্পনের প্রায় এক ঘণ্টা পরে অনেক ওয়েবসাইটে সংশ্লিষ্ট খবর বেরিয়েছে যার মধ্যে জিনহুয়া নেট, সরকারি বার্তা সংস্থাও আছে।是次地震不单强度大而且波及范围广,全国广泛地区感到震动。
25প্রধানমন্ত্রী ওয়েঞ্জিয়া বাউ ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার কাজে নেতৃত্ব দিতে গেছেন।直至目前,公布的死亡人数为107人,受伤人数众多,大量建筑物倒塌。
26তিনি বলেছেন ‘পরিস্থিতি বিশেষ ভাবে খারাপ'।去汶川县的道路瘫痪。
27৫০০০ সৈন্যকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয়েছে।恐怕伤亡人数会不断上升。
28কম্পনের প্রভাব আর এর বলয় অনেক তাই কম্পনের এত কম সময়ের মধ্যে সব খবর নেয়া সম্ভব না।更新:至晚上,震央旁边的北川县死亡人数估计达3千至5千。
29দক্ষিণের শহর হংকং আর হাইকু আর উত্তরের শহর বেইজিং পর্যন্ত, বা জনসংখ্যাবহুল এলাকা যেমন চঙকিং আর সাংহই পর্যন্ত কম্পন, আর মাথা ঘোরা ভাব অনুভূত হয়েছে বিভিন্ন মাত্রায়।约于地震后一小时,几十个网站发布了相关新闻,包括官方新闻机构新华网。
30শত শত লোক অনলাইনে ১০ সেকেন্ডের কম্পন নিয়ে তাদের অভিজ্ঞতা জানাতে চেয়েছেন। এগুলোর সংকলন আসছে।总理温家宝抵达灾区指挥救援,他表示情况“非常危急”。
31বেইজিং থেকে একজন নেটিজেন জানিয়েছেন: 木樨地有震感!5千士兵已派往营救。
32我还以为是自己头晕呢,原来是发地震了! আমি কাঠের জমিনে কাঁপন অনুভব করেছি!有震感范围大。
33প্রথমে আমার মনে হয়েছে যে আমার মাথা ঘুরছে। পরে বুঝতে পেরেছি এটা ভূমিকম্প।地震瞬间传至全国各地,南至香港、海口市,北至北京等大城市,及人口众多的重庆市和上海市。
34তিয়াঞ্জিং থেকে আর একজন নেটিজেন জানিয়েছেন: 我单位在16层,震感很明显,持续了约2分钟。人们感到不同程度的震动、摇晃、晕眩。
35আমি ১৬ তলায় কাজ করি, আর কম্পন ওখানে খুব স্পষ্ট ছিল।大家纷纷上网分享亲历持续超过10秒以上的地震的感受。
36প্রায় ২ মিনিট ধরে তা চলেছে।以下是综合摘录:
37বেইজিং আর তিয়াঞ্জিং ভূমিকম্পের কেন্দ্রের উত্তর পূর্ব দিকে ৯৬০ মাইল দূরে, যার ফলে মানুষ বুঝতে পেরেছে কম্পন কত জোরালো ছিল।
38নীচের ছবি দেখিয়েছে বেইজিং এর অফিসিয়াল বাতা সংস্থা জিনহুয়া নেট এর ভবনে থেকে বের করে আনা লোকদের।一位北京的网民说:
39তিয়ানিয়া ওয়েবসাইটে একটা বিশেষ পাতা খোলা হয়েছে সারা দেশব্যাপী এই দুর্যোগের সময়ের খবর জানানোর জন্য।木樨地有震感!
40ব্রিল বলেছেন তিনি মধ্য চীনের লুয়াং, হেনানেও এটি অনুভব করেছেন: 我在十楼上。。。我还以为是自己头晕呢,原来是发地震了!
41突然发现自己在晃。
42灯在乱抖,然后外面有玻璃哗啦掉的声音。。 晃的好厉害啊!另一位天津的网民表示:
43现在好了。 আমি ১০ তলায় ছিলাম আর হঠাৎ করে দেখলাম যে আমি কাঁপছি।我单位在16层,震感很明显,持续了约2分钟。
44আলো দুলছিল আর বাইরে থেকে গ্লাস ভাঙ্গার আওয়াজ হচ্ছিল।北京与天津距东南部的震央960哩,由此可知地震的严重性。
45সব কিছু পাগলের মতো কাঁপছিল!下图是人们撒离后聚于官方新闻机构新华网北京办公楼外的情况。
46এখন পরিস্থিতি ভালো আছে। পূর্ব দক্ষিণের সমুদ্রের ধারের শহর নিংবোতেও এর ব্যতিক্রম ছিল না।天涯虚拟小区开了专门的板块,收集全国“惊栗时刻”的信息。.
47নেভারফ্লাই বলেছেন: ভয়ঙ্কর ভাবে কাঁপছে!中国中部河南省洛阳市的Briel谈了他的感受。
48আমি ১৮ তলায় ছিলাম আর জোরালো ভাবে বাড়ির এইদিক ওই দিকের কম্পন অনুভব করেছি ঠিক নৌকার মতো।我在十楼上。。。
49আমার তখন মাথা ঘুরছিল।突然发现自己在晃。
50যখন দৌড়ে বাইরে গেছি জিজ্ঞাসা করতে যে কি হয়েছে আমার সহকর্মীরা তখন আমাকে নীচে যেতে বলল।灯在乱抖,然后外面有玻璃哗啦掉的声音。。
51লোকে সিঁড়িতে ভীড় করে ছিল।晃的好厉害啊!
52আর আমি দেখলাম যে অফিসের সব লোক বাইরে।现在好了。
53আমার এখনো অস্বস্তি হচ্ছে।东南沿海城市宁波也不例外。
54অনেক লোকের প্রাথমিকভাবে মাথা ঘুরেছে যখন কম্পন শুরু হয়েছে।NeverFly说:
55বেশীর ভাগ এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে, কারন তাদের কোন ধারণা ছিল না যে কি হচ্ছে। কিন্তু শীঘ্রই সহজাত প্রবৃত্তি তাদেরকে পরিচালিত করতে সাহায্য করেছে।摇的非常厉害啊 我在18楼,前后摇晃的感觉非常明显,感觉在坐船一样 而且人有明显的恶心头晕感 我出门问别人什么事 单位同事叫我跑下去 我们走到消防楼梯一看,全是人 走到楼下一看,写字楼的人基本都跑出来了 到现在还觉得有点头晕恶心呢
56তিয়েনিয়া. কম (Tianya.com) এ ‘আপনি কি কম্পন অনুভব করছেন?'头晕是大部分人在震动时首先有的感觉。
57শীর্ষক ভোটে ৩ কোটি লোকের শহর চঙকিং তালিকার প্রথমে আছে যেখানকার লোক কম্পন সব থেকে বেশী অনুভব করেছে।他们大多很吃惊,不知发生甚么事。
58এই শহর সিচুয়ান প্রদেশের কাছে ছিল।但不久他们本能地逃难。.
59১৬৩. কম এ চঙকিং থেকে কোন একজন তার কষ্টের কথা বলছেন:天涯网设立的“你有否感到震动?”
60当时正睡午觉,货架上的货物哗哗掉,只见房子剧烈晃动,老公拉上我就跑,车都没敢去开~~~~ 从来没想过,合川还会地震 আমি তখন ঘুমাচ্ছিলাম, আর তখন সব মালামাল পড়ার আওয়াজ পেলাম আর বাড়ি ভয়ঙ্করভাবে কাঁপছিল।投票中,最多答“有”的是重庆人。
61আমার স্বামী আমাকে তখনি টেনে বের করেছে গাড়ির জন্য অপেক্ষা না করে।重庆人口超过3千万,紧邻四川省。
62আমি কখনও ভাবি নি এই শহরে ভূমিকম্প হবে। চঙকিং শহরে আতন্কের মধ্যে লোকজন一位重庆的女网民在163.com提到:
63ওয়াইওয়াইবিজেড০২০১২৩ মধ্য চীনের শহর জিয়ান সম্পর্কে বলেছেন: 西安震感强烈,有十几秒,大地在抖,窗子,门,在响,现在院子里都是人,手机没型号 শহরটি ১০ সেকেন্ডের বেশি সময় ধরে কাঁপছিল, মাটি কাঁপছিল, জানালা কাঁপছিল, দরজা আওয়াজ করছিল।当时正睡午觉,货架上的货物哗哗掉,只见房子剧烈晃动,老公拉上我就跑,车都没敢去开 从来没想过,合川还会地震
64এখন মানুষ সামনে জড়ো হচ্ছে।重庆市惊慌的民众。
65কিন্তু মোবাইল কাজ করছে না।中国中部西安市的yybz020123说
66সর্বশেষ খবর অনুযায়ী ২৩০০ মোবাইল টাওয়ার কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে উদ্ধার কাজে কষ্ট বেড়েছে।西安震感强烈,有十几秒,大地在抖,窗子,门,在响,现在院子里都是人,手机没讯号
67ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হচ্ছে根据最新消息, 2300座通讯塔被震坍,加大了救援的难度。
68সাংহাইও আক্রান্ত হয়েছে।学生正被拯救.
69上海有震感,我们大楼晃了几分钟,头晕得厉害 এখানেও কম্পন অনুভূত হয়েছে।震动也传至上海市。
70আমাদের বাড়ি কিছুক্ষনের জন্য কেঁপেছে যার ফলে আমার মাথা ঘুরছিল। ডিপ এডভেঞ্চার গুয়াংঝো তে ছিল:上海有震感,我们大楼晃了几分钟,头晕得厉害
71广州感觉到了 我还以为我患了帕金逊 当时蹲在椅子上 全身不自觉左摇右摆 好可怕 7.8级 祈求不要有人员伤亡 今年有点烦 গুয়াংঝোতেও হয়েছে।身处广州的经历:
72আমার মনে হয়েছিল আমার পারকিন্সন্স রোগ হয়েছে। তারপর আমি আমার চেয়ারে নীচু হয়ে বসে ছিলাম, ডানে-বামে কাঁপতে কাঁপতে।广州感觉到了 我还以为我患了帕金逊 当时蹲在椅子上 全身不自觉左摇右摆 好可怕 7.8级 祈求不要有人员伤亡 今年有点烦
73কি ভয়ঙ্কর! ৭. ৮ মাত্রার!译者:doitnow
74প্রার্থনা করেন যেন কেউ আহত না হয়। কি একটা বছর!校对:Portnoy