# | ben | zhs |
---|
1 | হাঙ্গেরিতে অভিযুক্ত নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প নেতার বিচারের আগেই মৃত্যু | 纳粹集中营嫌疑人在匈牙利等待审判时过世 对于匈牙利和欧洲网友来说,近期的头条新闻不外乎是二战纳粹通缉犯拉斯洛. |
2 | বর্তমানে হাঙ্গেরী এবং ইউরোপীয় নাগরকদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে লাজলো সিজিক-সাতারি-এর মৃত্যু। | 乔塔里[en]在匈牙利等待审判期间,于八月十日(星期二)过世。 |
3 | সাতোরি, হাঙ্গেরির অন্যতম ভয়ঙ্কর এক নাৎসি যুদ্ধাপরাধী যে বিচারাধীন অবস্থায় শনিবার, ১০ আগস্ট তারিখে মৃত্যু বরণ করে। | 这位高龄98岁的匈牙利人曾是二战纳粹罪犯[en]通缉名单上的头号通缉犯,他遭指控在二战期间将接近16,000名的犹太人送进附近的死亡集中营,但却在接受审判前于医院过世。 八月十二日(星期一),相关官员于匈牙利首都布达佩斯宣布乔塔里死亡的消息。 |
4 | হাঙ্গেরির ৯৮ বছর বয়স্ক এই নাগরিক ক্রমশ কমতে থাকা জীবিত নাৎসি যুদ্ধাপরাধীর তালিকায় সবার উপরে অবস্থান করছিল। | 乔塔里的律师表示,乔塔里在周末时因为感染肺炎于医院中过世。 而乔塔里的死讯,对于追求正义的大屠杀生还者来说,无遗是一大挫折。 |
5 | সন্দেহভাজন নাৎসি এই যুদ্ধাপরাধী বিচারধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে, যার বিরুদ্ধে প্রায় ১৬,০০০ ইহুদিকে নিকটস্থ মৃত্যু শিবিরে পাঠানোর অভিযোগ রয়েছে। | 在一份由西蒙. 维森塔尔中心[en]所准备的资料中,内容提到乔塔里涉及一起在1941年从科希策[en]遣送300人的行动。 |
6 | বুদাপেষ্ট থেকে সোমবার ১২ আগস্ট তারিখে আনুষ্ঠানিকভাবে সাতোরির মৃত্যুর কথা ঘোষণা করা হয়। | 2012年8月,布达佩斯检查署撤消这些指控,并表示乔塔里当时并不在科希策,而且他当时的阶级也无法策划运送犹太人的行动。 2013年1月,有报导指出斯洛伐克警方找到一位目击证人证实自1944年5月起执行的犹太人遣送行动,此项行动一共从科希策运送了15,700名的犹太人。 |
7 | তার আইনজীবী বিবৃতি প্রদান করেছে যে সন্দেহভাজন এই যুদ্ধাপরাধী নিউমোনিয়া আক্রান্ত হয়ে সপ্তাহান্তে হাসপাতালে মৃত্যু বরণ করে। | 二次大战期间,一群犹太人,其中包括男人、女人与小孩,被送进集中营。 德国联邦档案馆所提供之照片采用创用CC授权条款3. |
8 | গণহত্যা থেকে বেঁচে আসা নাগরিক যারা ন্যায় বিচার প্রত্যাশী, তাদের জন্য সাতোরির মৃত্যু এক ধাক্কা। | 0。 匈牙利当局指出,乔塔里在西元1944年曾是科希策犹太集中营的负责人。 科希策镇在当时属匈牙利,现则为斯洛伐克的属地。 |
9 | সাইমন ওয়াইসেনথাল সেন্টার, সাতোরির বিরুদ্ধে ১৯৪১ সালে কাসা (কোসিচ) এলাকার ৩০০ নাগরিককে বিতাড়িত করার অভিযোগ আনার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। | 乔塔里遭指控用双手及狗鞭来殴打或鞭打犹太人,除此之外,乔塔里亦被指控曾经参与把犹太人送进奥斯威辛集中营[en]以及其他纳粹死亡集中营的行动。 然而乔塔里本人则是否认这些指控。 |
10 | ২০১২ সালে বুদাপেস্টের আইন মন্ত্রণালয় এই সমস্ত অভিযোগ খারিজ করে দেয় এই বলে যে, উক্ত সময়ে সাতোরি কাসা শহরে ছিলেন না এবং সে এতটা উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল না যে এ কাজের জন্য পরিবহন সমন্বয়-এর আয়োজন করতে সে সক্ষম ছিল। | 捷克斯洛伐克法庭在1948年时,曾经对类似的战争罪行,在乔塔里缺席的情况下,做出死刑的审判[en]。 然而,由于匈牙利检方所提交的指控与1948年对乔塔里所作出的判决相似,布达佩斯法庭便引用禁止二重起诉(即同一罪名不能对同一个人进行二次审判)中止乔塔里的案件。 |
11 | জানুয়ারি ২০১৩ তারিখে সংবাদ প্রদান করা হয় যে স্লোভাক পুলিশ একজন সাক্ষীকে খুঁজে বের করেছে, যার কাছে ১৯৪৪ সালে কাসা থেকে ১৫,৭০০ ইহুদিকে বিতাড়িত করার সাথে সাতোরির সংশ্লিষ্টতা বিষয়ক অন্য অভিযোগের সুদৃঢ় প্রমাণ রয়েছে। | 匈牙利检方不服布达佩斯法庭的判决,因而提出上诉;相关的判决仍在审理中。 乔塔里的案件在2012年由西蒙. |
12 | | 维森塔尔中心揭露。 |
13 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি একদল পুরুষ, নারী, শিশুকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে; ছবি ক্রিয়েটিভ কমন্স ৩. | 西蒙. 维森塔尔中心是一个专门追捕尚未被定罪之纳粹罪犯的国际犹太人权组织。 |
14 | ০ লাইসেন্সের অধীনে ছবি সরবরাহ করেছে জার্মান ফেডারেল আর্কাইভ | 世界各地的网友对于乔塔里过世的消息表示失望。 在推特上,网友Richard S. 写道: |
15 | | Most wanted #Nazi suspect Laszlo #Csatary dies aged 98 awaiting trial http://t.co/w00u9CiXfg He escaped justice for too long. |
16 | হাঙ্গেরির সরকার বলছে সাতোরি ১৯৪৪ সালে কোসিচ-এ ইহুদিদের জন্য নির্মিত নির্দিষ্ট এক বন্দী শিবিরের প্রধান ছিল। | #Wiesenthal - Richard S (@rhs718) August 13, 2013 高龄98岁的头号#纳粹战犯拉斯洛. |
17 | সে সময় স্লোভাক এই শহরটি ছিল হাঙ্গেরির অংশ। | #乔塔里,在等待审判的过程当中过世 http://t.co/w00u9CiXfg。 他又再一次从正义的惩罚中逃脱。 |
18 | বন্দী শিবিরের প্রধান থাকা অবস্থায় সাতোরি বন্দীদের খালি হাতে কিংবা কুকুরকে শায়েস্তা করার চাবুক দিয়ে প্রহার করত। | #Wiesenthal - Richard S (@rhs718), 2013年8月13日 塞尔维亚政治学家 Siniša Bundalo 写道: |
19 | | 当我看到这位匈牙利法西斯#乔塔里的下场竟是如此,让我不禁怀疑起“天网恢恢,疏而不⋯⋯”这句话! - Siniša Bundalo (@Sinisa_B), 2013年8月12日 |
20 | | 在推特上,一位斯洛伐克网友 Jan Nemecek 注意到: |
21 | | #Csatary died and some hungarians think that he is a hero. |
22 | একই সাথে তার বিরুদ্ধে আসউইৎজ এবং অন্য নাৎসি মৃত্যু শিবিরে হাজার হাজার ইহুদিকে পাঠানোর কাজে সাহায্য করার মত অভিযোগ রয়েছে। | What a shame. - Jan Nemecek (@nemecekjano) August 12, 2013 |
23 | সাতোরি, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছিল। | #乔塔里已经死去,然而有些匈牙利人却认为他是英雄。 |
24 | ১৯৪৮ সালে চেকোস্লোভাকিয়ায় একই ধরনের যুদ্ধাপরাধের অভিযোগে সাতোরিকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। | 真令人感到遗憾。 - Jan Nemecek (@nemecekjano) 2013年8月12日 Hans Meijer,一位荷兰希尔弗瑟姆镇的沟通顾问,在推特上分享了这则新闻: |
25 | | Hungarian #Csatary charged with Nazi-era war crimes dies http://t.co/aPBx063DIr pic.twitter.com/khjhlX48Z5 - Hansie (@jcmmeijer) August 12, 2013 |
26 | জুলাই মাসে বুদাপেস্টের এক আদালত উভয় অবস্থান থেকে শাস্তি প্রদানে ঝুঁকি রয়েছে বলে তা বাতিল করে দেয়, যেহেতু হাঙ্গেরির আইনজীবীদের দায়ের করা মামলা আর ১৯৪৮ সালে তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ একই। | 匈牙利籍的纳粹战犯#乔塔里过世 http://t.co/aPBx063DIr pic.twitter.com/khjhlX48Z5 - Hansie (@jcmmeijer) 2013年8月12日 Andrew Yurkovsky, 一位负责欧洲中部与东部新闻的美国记者,发了一篇推文: |
27 | | Accused concentration camp leader Laszlo #Csatary dies before trial; case highlighted #Hungary‘s role in WWII http://t.co/zGwUhkbLLh - Andrew Yurkovsky (@AndrewYurkovsky) August 12, 2013 |
28 | হাঙ্গেরির সরকারী আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে দরখাস্ত করেছে এবং এই বিষয়ে শুনানী এখন মুলতুবি রয়েছে। | 被指控为集中营负责人的拉斯洛. #乔塔里,在受到审讯之前死去。 |
29 | সাইমন ওয়াইজেনথাল সেন্টার ২০১২ সালে সাতোরির মামলা এবং তার অবস্থান উন্মোচন করে। | 此一案件凸显了#匈牙利在二次世界大战中所扮演的角色 http://t.co/zGwUhkbLLh |
30 | ইহুদি এই সংস্থার কাজ হচ্ছে যে বিচার এড়িয়ে যাওয়ার নাৎসি যুদ্ধাপরাধীদের পাকড়াও করে বিচারের মুখোমুখি করা। | - Andrew Yurkovsky (@AndrewYurkovsky) 2013年8月12日 在推特上,一位网友也呼应其他相关推文: |
31 | | #Nazi War Criminal #Csatary Dies at 98 (That's in any case 73 years too late) - #Israel National News http://t.co/8cuTjrziYp - Guus (@Guus666) August 12, 2013 |
32 | | #纳粹战犯#乔塔里去世,享年98岁(无论如何,事情都过了73年,一切都太晚了)- #Israel National Newshttp://t.co/8cuTjrziYp - Guus (@Guus666) 2013年8月12日 |
33 | সাতোরির মৃত্যুতে সারা বিশ্বের বেশীর ভাগ নেট নাগরিকরা তাদের হতাশা লুকাতে পারেনি। | 乔塔里的死讯在各媒体发布之后,世界各地的人们纷纷要求正义与公道: @radiomitre #乔塔里 现在好了,他即将面对最糟的审判,连律师都用不着。 |
34 | টুইটার ব্যবহারকারী রিচার্ড. | - jose luis lopez (@jossephuss) 2013年8月13日 |
35 | | 一年前,乔塔里的住处被英国太阳报《The Sun》所揭露,并且敲门要求说明。 |
36 | এস বলছে: | 而乔塔里的审讯也在其住处曝光后的一个月开始进行。 |
37 | শীর্ষ সন্দেহভাজন #নাৎ | 译者:Eugenia Lin-Koivuniemi 校对:Fen |