Sentence alignment for gv-ben-20100614-11269.xml (html) - gv-zhs-20100725-5675.xml (html)

#benzhs
1প্যালেস্টাইন: “আমি সমুদ্রকে ভয় পাই”巴勒斯坦:「我怕海」
2গত ৩১শে মে গাজা ফ্রিডম ফ্লোটিলাতে (ইজরায়েলের) আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে, গাজার ব্লগার কাওথার আবু হানি একটি কাব্যিক পোস্ট লিখেছেন একটি বাচ্চার দৃষ্টিভঙ্গী থেকে যার নাম ‘মিষ্টি ডোবে না'।
3তার ব্লগ নোটস অফ দ্যা নাইট এ কাওথার লিখেছেন:加沙博客寇瑟.
4ও মা…阿布.
5এইবার সমুদ্রের ব্যাপারে আমি আরো বেশী ভয় পাচ্ছি আর চিন্তিত আছি। আর আমি পানির ব্যাপারে সাবধান হয়ে গেছি আমি কলের পানিকেও ভয় পাই।哈尼(Kawther Abu Hani)发表了一篇极富诗意的文章〈糖果不要沉下去〉,用孩童的角度回应发生在五月三十一日的加沙船队冲突。
6গতকাল সমুদ্রের আকাশে ওড়া আমার কাগজের ঘুড়িকে তারা লক্ষ্য করেছিল সকালে তারা ফ্রিডম ফ্লোটিলাকে হত্যা করেছে ক্যাম্প ঘোষণা দিয়েছে যে ত্রাণ আসতে দেরি হবে।寇瑟在她的博客《黑夜笔记》(Notes of the Night)写下:
7কেন ইজরায়োলি বাচ্চারা আমাদের থেকে বেশী সৌভাগ্যবান?我真的很怕海 有一次胡妲.
8গাজা তীরে বাচ্চারা (ছবি এমাদ বাদোয়ান এর সৌজন্যে) সেই (ইহুদী) বসবাসকারী যিনি তার মাথা আর চোখ আমাদের ক্যাম্পের দিকে তুলেছে…আমার দাদির গল্পের দৈত্যের থেকেও তাকে বীভৎস লাগছে।葛里亚(Huda Ghalia)的家人在沙滩上被杀害,还有一次我们的渔夫邻居被枪打中然后他的手断了被鱼吃掉… 噢妈妈… 这次我更怕海也更焦虑 我对水变得更小心翼翼 连自来水都怕 昨天他们瞄准了我那面在海上飞翔的纸风筝 到了早上他们暗中攻击自由船队 营地宣布援助被耽搁了
9আমি মনে করি মিষ্টি তাদের কাছে গেছে- কি আফসোস… আমার মুখে এর স্বাদ মিষ্টি লাগতো, আর অবরোধের তিক্ততা আমার গলা থেকে চলে যেত…আমার বন্ধু আর আমি পরিকল্পনা করছিলাম (ফ্রিডম ফ্লোটিলায়) ভেসে আসা মিষ্টি সংগ্রহ করবো, আর তা দিয়ে ছোট একটা ঘর বানাব আমাদের তাঁবুতে বাসের বদলা নেয়ার জন্য।神啊 年轻人相信那些简单的藉口 但是我不信船上的糖果逃过沉入水里的命运,就算糖果没泡水一定也被没收了,而且很可能给了以色列的小孩… 为什么以色列小孩比我们更幸运呢? 加沙岸边的孩子,照片来自Emad Badwan http://emadbadwan.wordpress.com/
10মা, তুমি কি মনে কর তারা এই মিষ্টি আমাদের ফিরিয়ে দেবে?噢… 那个抬起头来看着我们的占领者… 她看起来比奶奶故事里的怪物还丑。 我想糖果应该就是到了他们那里。
11আমাদের শিক্ষক বলেছিলেন যে ইজরায়েলি মায়েরা তাদের সন্তানদের দূষিত মিষ্টি দেবেনা; আমি এতে অবাক হই, আর আমি আমার চেয়ার থেকে লাফ দিয়ে তাকে জিজ্ঞাসা করি,” ফ্লোটিলায় যে মিষ্টি আসছে তা কি দূষিত?”真可惜…放到我嘴里尝尝一定很甜,那我喉咙里因为封锁带来的苦味就会消失了…我和朋友们 曾想过收集那些飘来的糖果,再用糖果盖个小房子为我们的帐篷报仇。 妈妈,妳想他们会把糖果还给我们吗?
12শিক্ষক আমাকে উত্তর না দিয়ে পরিসংখ্যানের সম্ভাব্যতা নিয়ে বুঝিয়ে যেতে লাগলেন…老师说以色列的母亲不会屈就而给孩子脏掉的糖果;我 惊讶地跳出座位问她:「船队带来的糖果是脏的吗?」
13আমার বন্ধুরা বলল যে মিষ্টিগুলো আসলেই দূষিত, কারণ এগুলো বুলেট আর কাঁদানি গ্যাস দ্বারা দূষিত হয়েছে; সে একমুহূর্তের জন্য চুপ থেকে খুশি মনে বলেছে, ”কিন্তু রক্ত এদের শুদ্ধ করে দেয়।”老师没回答我,继续解释概率这门课。 我朋友说那些糖果真的很脏,被子弹与催泪瓦斯给污染了;他安静了一会,接着开心地说「不过血能净化糖果。」
14আমাদের বন্ধু আমাল বমি করে দিয়েছে এটা শুনে, সে কল্পনা করতে পারেনি বড়দের রক্তে ভেজা মিষ্টির কথা।听他一讲,我的朋友阿马尔(Amal)吐了出来;她没法想像糖果沾着成年人湿润的血。
15কিন্তু আমি খুশি ছিলাম আর মিষ্টির ব্যাপারে পুনরায় আশ্বস্ত হলাম… মিষ্টি যার মধ্যে রক্ত আর সমুদ্র আর মুক্ত দেশের স্বাদ আছে।我可开心了,不再担心那些糖果…那些尝起来带着血、大海与自由国家味道的糖果。 校对:Portnoy