Sentence alignment for gv-ben-20080421-813.xml (html) - gv-zhs-20080506-1081.xml (html)

#benzhs
1দামেস্ক: প্রাচীন নগরীর বিনাশ叙利亚:旧城之毁
2দামেস্ক অবিচ্ছিন্ন ভাবে মানব বসবাসের ইতিহাস সমৃদ্ধ বিশ্বের সুপ্রাচীন নগরী হিসেবে অহঙ্কার করে থাকে। খ্রীষ্টপূর্ব ৮০০০ সাল থেকে এই নগরীর ইতিহাস সমৃদ্ধ।叙利亚首都大马士革(Damascus)向来以人类持续居住历史最长城市为傲,历史最早可追溯至公元前8000年,在每个古旧巷弄的角落,都能寻获历史留存的色彩,这座城市近万年来历经地震与侵略,始终屹立不摇,如今却正面临崩解,原因是…「现代化」!!
3দামেস্কের পুরানো পথ ঘাটের প্রতিটি প্রান্তে ঐতিহাসিক কালের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।Syria News Wire的Sasa整理有关大马士革旧城处境的多篇文章,以及保护与保存城市景观所做的努力。
4ভূমিকম্প থেকে আগ্রাসন - সব ধরণের দুর্যোগ প্রতিহত করে যে শহর প্রায় দশ হাজার বছর টিকে রয়েছে তা এখন “আধুনিকায়নের” হুমকির মুখে বিধ্বস্ত প্রায়!
5সিরিয়া নিউজ উইয়ার এর সাসা প্রাচীন নগরী দামেস্কের অবস্থা এবং এর সংরক্ষণের চালচিত্র একটা সিরিজ পোস্টে সংকলন করেছেন। সিরিজের প্রথম খন্ডে পুরানো নগরীর দেয়ালের বাইরে সড়ক সম্প্রসারণের জন্য প্রাচীন আল-আমারা বসতি উচ্ছেদের গত বছরের পরিকল্পনার উপরে আলোকপাত করা হয়েছে।系列文章第一部分关于是否拆除Al-Amara旧小区,以拓宽古城墙外的道路,此项计划引起叙利亚人众怒,各地发动诸多抗争,直到计划遭到搁置,不过只是暂时。
6উক্ত পরিকল্পনা সিরিয়ানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার করে এবং পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ সংগঠিত হয় সর্বত্র। দোকানীরা এই পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং ফেসবুক ও ব্লগারদের একটা ক্যাম্পেইন ও অনুষ্ঠিত হয়েছিল।店家对计划大感愤怒,发起Facebook群组与Blogger运动,也号召人民联署提案,终于让记者注意到此事,成为一件国际新闻,就在大马士革成为年度「阿拉伯文化之都」之前,联合国教科文组织扬言若当地政府未更努力保护旧城,将把大马士革从世界文化遗产名单中除名。
7পরবর্তীতে একটা পিটিশন তৈরি করা হয়। কালক্রমে সাংবাদিকেরা প্রস্তাব গুলি সম্পর্কে অনুসন্ধান করা শুরু করেন এবং এটা আন্তর্জাতিক সংবাদ হয়ে ওঠে।大马士革al-Amara区的古城门天堂之门(Bab al-Faradis)
8মাত্র কয়েক মাস পূর্বে আরব সংস্কৃতির রাজধানী হিসেবে দামেস্কের বছর শুরু হতেই সবচেয়ে বড় ধাক্কাটি আসে ইউনেস্কোর হুমকিতে। প্রাচীন নগরী সংরক্ষণের আরো উদ্যোগ গ্রহণ না করলে দামেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কেড়ে নেয়া হবে।文章Medhat Pasha街的保存工作,这是大马士革旧城最长、历史最悠久的道路,Sasa提到此事非常重要,因为这条街已残破多时,但也感叹当局规划不当,任意翻新古市集的重要文化部分,例如鄂图曼时代的屋顶便有其特殊意涵:
9বাব আল-ফারাদিস, আল-আমারা, দামেস্ক দ্বিতীয় খন্ডে তুলে ধরা হয় প্রাচীন দামেস্কের সবচেয়ে দীর্ঘ ও পুরাতন সড়কের মধ্যে অন্যতম মেধাত পাশা সড়কের (স্ট্রিট কলড স্ট্রেইট) সংরক্ষণ-প্রচেষ্টা।Medhad Pasha街和Al-Hamidiyeh市集的锡顶是于鄂图曼帝国时期翻新,在法国占领期间,锡顶留下枪战时的弹孔,尔后便维持原貌近百年,日光从缝隙孔洞间洒落阴暗市集的画面极其美丽,也每天提醒着人们叙利亚争取独立的历程。
10সাসা এই প্রকল্পের গুরুত্ব স্বীকার করেন যেহেতু সড়কটি দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, কিন্তু আবার শোক প্রকাশও করেছেন দুর্বল পরিকল্পনা ও সংস্কৃতিগত গুরুত্ববাহী প্রাচীন বাজারের অংশবিশেষ যেমন প্রাচীন অটোমান যুগের ছাদ বাছবিচারহীনভাবে পুন:স্থানান্তর করার জন্য।
11এই ছাদের একটা বিশেষ তাৎপর্যের কথা তিনি জানান: মেধাত পাশা এবং আল-হামিদিয়াহ বাজারের উপরে টিনের ছাদ স্থাপিত হয় অটোমানকালে প্রধান বাজার পুন:নির্মাণের সময়।但这数百年、充满历史感的黑色锡顶,却换成了白色的新屋顶。
12ফরাসী আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহে বন্দুকের গুলিতে ছাদ ছিদ্র হয়ে গিয়েছিল।Medhad Pasha街的锡顶
13এবং এইভাবে কেটে যায় একশ বছর। বাজারে অন্ধকারে ছাদ ভেদ করে সূর্য রস্মির পতন মোহনীয় যা স্বাধীনতার জন্য সিরিয়ার সংগ্রামী ইতিহাসের কথা প্রত্যহ স্মরণ করিয়ে দিত।第三部分带领读者前往名为Saroujah的旧小区,部分旧屋舍遭拆除,改建为毫无特色的公寓大楼,铲平旧小区其它部分的计划目前暂停,是否继续将于年底决定:
14কিন্তু শতাব্দী পুরাতন ইতিহাস মন্ডিত মেধাত পাশার কৃষ্ণকায় ছাদ পুন:নির্মাণ করা হয়েছে নতুন শুভ্র এক আচ্ছাদনে।
15মেধাত পাশা সড়ক (স্ট্রিট কলড স্ট্রেইট) এর সুপ্রাচীন টিনের ছাদসহ近来负责与欧盟合作管理旧城的组织也接手Saroujah小区,这代表命运要改变了吗?
16তৃতীয় খন্ডে আমাদের ঘুরিয়ে দেখায় পুরাতন সারউজাহ বসতি যার একাংশ বৈশিষ্ট্য হীন এপার্টমেন্ট ব্লক তৈরি জন্য বিনষ্ট করে ফেলা হয়েছে।
17বসতির অবশিষ্ট অংশে বুলডোজার চালানোর পরিকল্পনা আপাতত বন্ধ আছে; এ বছরের শেষে সিদ্ধান্ত নেয়া হবে পুরোটা ধ্বংস করা হবে কি হবে না, সাসা জানান:
18কিন্তু সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় প্রাচীন নগরী রক্ষণাবেক্ষণকারী একটি সংস্থা সারউজাহর দায়িত্ব নিয়েছে। এখন কি সারউজাহর ভাগ্যে পরিবর্তন প্রত্যাশা করা যায়?过去几个月他们已改建部分地区,面对的阻力远比在Medhat Pasha街来得小,这代表摧毁行动终止了吗?
19বিগত কয়েক মাসে তারা এলাকাটিকে পুন:আচ্ছাদিত করেছে (মেধাত পাশার চেয়ে অনেক কম ঝামেলায়)।旧城现代化主管单位的文件显示,他们将在年底决定Saroujah的未来。
20এর কি অর্থ আর কোন ধ্বংসলীলা সংগঠিত হবে না?大马士革Saroujah地区
21প্রাচীন নগরী আধুনিকায়ন কর্তৃপক্ষের প্রকাশিত নথিপত্রে দেখা যায় তারা এ বছরের শেষে সারউজাহের ভবিষ্যত নির্ধারণী সিদ্ধান্ত নিতে যাচ্ছে।新企业文化正一步步进逼旧城区,民间社会大概是唯一能拯救旧城的力量,先前已成功扭转al-Amara的可怕计划,因此或许在隧道尽头,仍有光明和希望。
22সারউজাহ, দামেস্ক照片感谢Sasa提供
23নতুন কর্পোরেট সংস্কৃতির নখর প্রাচীন নগরীর চারপাশে চেপে বসায়, সংরক্ষণের জন্য সুশীল সমাজের প্রচেষ্টাকে একমাত্র অবলম্বন মনে হচ্ছে যেহেতু তারাই আল-আমারা ধ্বংসাত্মক পরিকল্পনাকে পরিবর্তন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে।
24সুতরাং গুহার শেষে এখন আশার রশ্মি দেখা যাচ্ছে। ছবি সাসার সৌজন্যে প্রাপ্ত校对:Sychan