# | ben | zhs |
---|
1 | আবারো গ্রেপ্তার হলেন মিশরীয় সক্রিয়কর্মী আলা আব্দেল ফাত্তাহ | 埃及人权运动人士Alaa Abd El Fattah再次遭逮捕 |
2 | আলা আবেদ এল ফাত্তাহ। ছবিঃ উইকিমিডিয়া কমনস থেকে আলা এবং এল ফাত্তাহ (সিসি বাই-এসএ ২. | Alaa Abd El Fattah。 |
3 | ৫) বিশিষ্ট মিশরীয় সক্রিয়কর্মী এবং ব্লগার আলা আব্দেল ফাত্তাহকে তাঁর বাসা থেকে গত ২৮ নভেম্বর তারিখে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টায় গ্রেপ্তার করা হয়। | 照片来自Alaa Abd El Fattah,转贴自Wikimedia Commons (CC BY-SA 2.5) |
4 | কায়রোতে প্রতিবাদকারীদের প্রচন্ড বিচ্ছুরণের পর গত মঙ্গলবারে আব্দেল ফাত্তাহর জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। | 2013年11月28日星期四,晚上大约十点,埃及著名人权运动人士与部落客Alaa Abd El Fattah于家中遭逮捕。 |
5 | ব্লগারের বাবা স্থানীয় প্রচার মাধ্যমকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মিশরের রাস্তায় প্রতিবাদ জানানো নিষিদ্ধ করে কার্যকর করা একটি নতুন আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। | 同一周的星期二,开罗发生暴力驱散抗议群众的事件,此后政府随即发出逮捕Abd El Fattah的逮捕令。 |
6 | ঐ দিনে কমপক্ষে ৫১ জন লোককে গ্রেপ্তার করা হয়। | Abd El Fattah的父亲向当地媒体表示,他认为此次逮捕是依据新法。 |
7 | তাদের মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট সক্রিয়কর্মী আছেন। | 新的法律规定实质上禁止埃及街头抗议。 |
8 | তাদের মধ্যে অনেককেই মারধর এবং যৌন নির্যাতন করা হয়েছে। | 至少有51位民众在那天遭到逮捕,其中有好几位著名的运动人士。 |
9 | শনিবারে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দেয়া সত্ত্বেও পুলিশ আলাকে নিয়ে গেছে। | 许多人遭殴打与性骚扰。 |
10 | তাঁর দেয়া একটি বিবৃতি অনুযায়ী এবং তাঁর খালা, সুপরিচিত মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সোউফ ফেসবুকে পোস্ট করেছেন। | 根据Alaa的阿姨、埃及著名小说家Ahdaf Soueif在脸书上张贴的声明,Alaa表示他会在周六向警方自首。 |
11 | তাঁর স্ত্রী মানালের মতে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে সহিংসভাবে জোর খাটিয়েছেঃ | 尽管如此,Alaa仍是被警方带走。 |
12 | পুলিশ আমাদের বাড়িতে জোর করে ঢুকে পরে @আলাকে গ্রেপ্তার করে এবং আমাকে প্রহার করে। | 据Alaa妻子Manal表示,警方逮捕Alaa的时候使用暴力: |
13 | তারা আমাদের দু'জনের ল্যাপটপ এবং দু'জনের মোবাইল ফোনই চুরি করে নিয়ে যায়। | 警察闯进我们家,逮捕了@alaa、殴打我。 |
14 | আমাদের শোবার ঘরে এসে যেখানে পুলিশ আমাদের মেরেছে, সেখানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে @আলা | 他们偷了我们两人的笔电与手机。 |
15 | পুলিশ যদি ইতোমধ্যে আমাদের বাড়িতেই আমাকে মারধর করে, তবে তারা @আলার সাথে কেমন আচরণ করবে ? | 我们卧室里的血迹,警察在这里殴打@alaa。 |
16 | আমি তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত! | 如果警察都在我们家打我了,那他们会怎么对待@alaa。 |
17 | এই গ্রেপ্তারের ব্যাপারে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। | 我担心他的安危。 |
18 | দেখা যাচ্ছে, আলা জনসম্মুখেই বলেছেন যে শনিবারে তিনি আত্মসমর্পণ করবেন। | 若考虑到Alaa已公开表示会在星期六投案这一点,为什么要在这一天逮捕Alaa,并无确切的解释。 |
19 | মিশরের হিউম্যান ওয়াচের পরিচালক হেবা মোরায়েফ তাঁর গ্রেপ্তারের বিষয়টিকে প্রতিবাদ বিরোধী আইনের সাথে যুক্ত করেছেন, যেটি এই সপ্তাহের শুরুতে খসড়া করা হয়েছেঃ | “埃及人权观察”主任Heba Morayef将这起逮捕案,与当周稍早起草的“反抗议法”连结在一起。 |
20 | আলার গ্রেপ্তার দেখিয়েছে, কেন এমওআই এই আইনটিকে ৭ নম্বর ধারায় অস্পষ্ট ভাষায় তৈরি করা হয়েছে = বিবেচনার ভিত্তিতে যে কোন কাঙ্ক্ষিত সক্রিয় কর্মীকে তাঁরা গ্রেপ্তার করতে পারবে। | Alaa遭逮捕,正说明了为什么内政部要用模糊的语言制定第七条,这等于给了他们自由裁量权,逮捕所有他们想要逮捕的运动人士。 |
21 | হেশাম মানসুর তাঁর নিজের বক্রাঘাতমূলক প্রতিক্রিয়া জানিয়েছেনঃ | Hesham Mansour讽刺地回应: |
22 | প্রশ্ন করবেন না, আমাদের প্রতি মিশর কেমন আচরণ করেছে। | 别问埃及为我们做了些什么。 |
23 | প্রশ্ন করুন যে, আলাকে মিশর কতবার গ্রেপ্তার করেছে। | 问问埃及逮捕了Alaa几次。 |
24 | আলার বোন, সক্রিয়কর্মী মোনা সেইফ তাঁর ভাইকে কোন কারাগারে রাখা হয়েছে, সে সম্পর্কে তাঁর অনুসারীদেরকে জানিয়েছেনঃ | Alaa的妹妹Mona Seif,同样也是运动人士,告诉关注她的网友Alaa的拘禁地点: |
25 | আমরা এখন নিশ্চিত যে আলাকে কায়রোর আলেকজান্দ্রিয়া সড়কের গিজাতে অবস্থিত সিএসএফ সৈন্যালয়ে রাখা হয়েছে। | 我们目前确定Alaa人在开罗吉萨的CFS兵营──亚历山卓沙漠路(Alexandria desert road)。 |
26 | হোসনি মোবারকের শাসনামলে আলা আব্দেল ফাত্তাহকে ৪৫ দিনের কারাদন্ড দেয়া হয়। ২০১১ সালে সেনা বাহিনীর সর্বোচ্চ কাউন্সিল পুনরায় তাকে দু'মাসের কারাদণ্ডে দন্ডিত করে। | Alaa曾在穆巴拉克政权(Hosni Mubarak)下坐过45天牢,于2011年武装部队最高委员会(SCAF)时再次入狱,当时他待在牢里将近两个月。 |
27 | মোহাম্মাদ মুরসির সরকারের অধীনে ২০১৩ সালেও তাকে জনপ্রিয় ব্যাঙ্গ রচয়িতা বাসেম ইউসুফ সহকারে অভিযুক্ত করা হয়। এসব অভিযোগের বেশির ভাগই যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা সহজেই বোঝা যায়। | 2013年穆西(Mohamed Morsi)当政时,他与受欢迎的讽刺作家Bassem Youssef一同面临指控,许多人认为这个举动是出于政治动机的恫吓手段。 |
28 | এগুলোকে ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। | 每一次,#FreeAlaa这个标签都会出现以声援Alaa。 |
29 | প্রত্যেকবার, #ফ্রিআলা হ্যাশট্যাগটি সংহতি প্রকাশের জন্য নতুন করে উপরিভাগ তৈরি করেছে। | 看来这个标签又要重新回归了。 |
30 | এমন মনে হচ্ছে যেন, এটি আবার তাঁর চেনা পথে ফিরে এসেছে। | 校对:Rio |