# | ben | zhs |
---|
1 | ব্রাজিল: আজকে প্রেসিডেন্ট, কালকে ব্লগার | 巴西:今日总统,明日博客 |
2 | গত সপ্তাহে প্রথমবারের মতো দায়িত্বভার ত্যাগ করা ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট লুইস ইনাকিও দা সিল্ভার (লুলা) সাক্ষাৎকার নেয়া হয় বেশ কিছু অগ্রগামী ব্লগার দ্বারা। | |
3 | অনেকে দেশে গণতান্ত্রিক মিডিয়া সিস্টেম গঠনের ক্ষেত্রে এই ঘটনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখেছেন। দুই ঘন্টার এই সেশন অনলাইনেও সরাসরি প্রচারিত হয়, যার ফলে ব্লগাররা অনলাইন মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে অংশগ্রহণ করতে পেরেছেন। | 巴西总统鲁拉(Luis Inácio Lula da Silva)即将卸任,本周首度接受一群博客访问,许多人认为这是国内媒体民主改革的一大步。 |
4 | অনেক বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে ব্রাজিলের রাজনৈতিক সংস্কার, গর্ভপাত, শিক্ষা, দূর্নীতি আর দেশটার পররাষ্ট্র নীতি আছে। | 活动总长两小时,也同步于網絡直播,各地博客皆可透过網絡摄影机及微网志Twitter参与。 |
5 | মিডিয়ার সংস্কার আলোচ্য বিষয়ের তালিকায় অনেক উপরে ছিল আর লুলা জানিয়েছেন: | 内容触及众多议题,包括巴西政治改革、堕胎、教育、贪腐、外交政策等。 |
6 | আমি এই দেশের প্রেসের স্বাধীনতার ফল। | 与会者尤其重视媒体改革,鲁拉强调, |
7 | সব থেকে বড় নিষেধাজ্ঞা যেটা আছে সেটা হলো যে মিডিয়াকে সমালোচনা করা যাবে না। | 我是国内媒体自由下的成果,现今最大言论审查,在于人们认为媒体不能受批评。 |
8 | তিনি ভুল তথ্য প্রসারের ব্যাপারে প্রতিবাদ করেছেন আর ব্রাজিলের মিডিয়া ইন্ডাস্ট্রির আরো দৃঢ় নিয়মের দরকারের ব্যাপারে বলেছেন। | 他反对散播错误资讯,呼吁更严格规范巴西媒体,并批评国内主流媒体引发社会恐惧,夸大巴西会受全球金融风暴影响程度,以及报导2007年TAM航空空难的错误失事原因。 |
9 | ব্রাজিলের প্রধান ধারার প্রেসের সমালোচনা করেছেন তিনি বিশেষ করে দেশটি বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে কতোটা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে বাড়িয়ে বলে ভীতি সৃষ্টির জন্য, আর ২০০৭ সালে ট্যাম বিমান দুর্ঘটনার পেছনের ভুল কারন রিপোর্ট করার জন্যে। | |
10 | ব্রাজিলের মূল ধারার মিডিয়ার মালিকানা কয়েকটি শাসক পরিবারের হাতেই আছে, যাদের মধ্যে প্রধান হচ্ছে মারিনহো পরিবার, যারা দেশটার মূল প্রচার নেটওয়ার্ক, রেডে গ্লোবোর মালিক। | 巴西主流媒体至今仍掌控在少数家族手中,例如Marinho家族拥有国内主要媒体集团Rede Globo,该集团过去与军事独裁政权(1964年至1984年)关系密切,故能横跨电视、电影、电台及平面媒体。 |
11 | ঐতিহাসিকভাবে তারা সেনা স্বৈরশাসকের সাথে কাছাকাছি সম্পর্কে আছেন (১৯৬৪-৮৪), গ্লোবো ভালোভাবে দাঁড়িয়ে আছে তাদের ক্ষমতাকে একত্র করে টেলিভিশন, চলচ্চিত্র, রেডিও আর সংবাদপত্রে তাদের নিয়ন্ত্রণ দেখানোর ক্ষেত্রে। | |
12 | সংবাদপত্র প্রায় তোপের মুখে পড়েছে রাজনৈতিক ইচ্ছা সাধনের জন্য, সাম্প্রতিক দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে, যখন বর্তমান প্রেসিডেন্ট- নির্বাচিত ডিল্মা রুসেফ মূলধারার মিডিয়া কর্তৃক বড়ভাবে শিকার হিসাবে আবির্ভূত হন। | |
13 | প্রধান দৈনিক আর ম্যাগাজিন বিতর্কে লাফিয়ে পড়ে বিতর্কিত বিষয়কে মূলধন করে, যেমন ধর্ম আর গর্ভপাত, যা ব্রাজিলকে ভীষণভাবে বিভক্ত রাখে। | |
14 | বিদায়ী প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় গত বছরের প্রথম জাতীয় যোগাযোগ কনফারেন্স এ করা প্রস্তাব নিয়ে যার মধ্যে ছিল আরো বেশী আইনের প্রয়োজনীয়তা, নাগরিকের অংশগ্রহণ আর মূলধারার মিডিয়ার মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ। | |
15 | আর লুলা ব্লগারদের আশ্বস্ত করেছেন যে ব্রাজিলের কংগ্রেসে এটা জমা দেয়া হবে। তিনি যোগ দিয়েছেন যে এই বিতর্ক এখন ডিল্মার হাতে, যিনি ব্রাজিলে আরো বেশী প্রেসের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার এবং তার ৩১ শে অক্টোবরের স্বাগত ভাষনে এই কথা তিনি দিয়েছেন। | 社会常批评报纸只为特定政治利益服务,最近的案例即为今年总统选举内,舆论普遍认为,当选人罗瑟夫(Dilma Rousseff)常成为主流媒体暴力下的受害者,畅销日报及杂志积极介入第二轮选举辩论,也数度掀起宗教及堕胎等争议性话题,让社会严重分裂。 |
16 | প্রেসিডেন্ট লুলা ব্লগার কন্সিচাও অলিভিয়েরার সাথে কথা বলছেন টুইট ক্যামের মাধ্যমে তার ব্রাজিলের ব্লগারের সাথে প্রথম সাক্ষাৎকারে। ছবি ফ্লিকার ব্যবহারকারী রিকার্ডো স্টুকার্টের, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত | 有人问及去年首届“全国通讯会议”的提案,其中主张增加媒体规范、民众参与及社会控制,鲁拉也向博客保证,提案肯定会送至国会,他另提到,论辩焦点目前在罗瑟夫身上,她在10月31日的当选感言中,呼吁扩大媒体自由。 |
17 | যারা অংশগ্রহন করেছিলেন, তাদের জন্যে এই অধিবেশনে ধারণা দেয়া হছে যে নতুন একটা চ্যানেল খুলে দেয়া হবে সিদ্ধান্ত কারী আর মিডিয়া জগৎের না এমন লোকের মধ্যে আরো খোলামেলা যোগাযোগের জন্যে। | 鲁拉首次接受巴西博客访问,透过Twitcam与博客Conceição Oliveira对话,照片来自Flickr用户Ricardo Stuckert/PR,依据创用CC授权使用 |
18 | একজন ওয়েব ব্যবহারকারী যিনি টুইটক্যামের মাধ্যমে অংশগ্রহন করেছেন, এই সেশনকে ‘আবেগময়' বলেছে। বিশিষ্ট রাজনৈতিক ব্লগার রড্রিগো ভিয়ানা পাঠকদের মনে করিয়ে দিয়েছেন যে ‘পুরানো' মিডিয়া থাকবে। | 对与会者而言,这场活动开启新的管道,促进决策者及非主流媒体沟通,其中一位透过Twitcam的参与者表示,这场活动“令人激动”,知名政治博客Rodrigo Vianna提醒,“旧媒体”仍会继续存在: |
19 | তিনি বলেছেন: আমি জানিনা পাঠকরা যা এখানে বলা হচ্ছে তা ধরতে পারছেন কিনা: কিন্তু মনোপলি ভেঙ্গে গেছে। | 我不确定读者是否瞭解,过去垄断已被打破,網絡用户透过Twitter即可提问,通讯世界已经改变,今日所见极具象征意义。 |
20 | টুইটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন। যোগাযোগের জগৎ এগিয়ে গেছে। | 自由派时事杂志《Revista Forum》编辑Renato Rovai也感乐观: |
21 | আজকে আমরা যা দেখেছি তা প্রতীকী। | 这场访问将名留巴西政治报导史。 |
22 | লিবারেল কারেন্ট এফেয়ার এর ম্যাগাজিন রেভিস্তা ফোরামের রেনাটো রোভাই একই ভাবে আশাবাদী: | |
23 | এটা [সাক্ষাৎকার] ব্রাজিলের রাজনীতির কাভারেজের ইতিহাসে প্রবেশ করেছে। | Leandro Fortes提到,受邀的博客名单也很显著: |
24 | এটাতে অংশগ্রহনের জন্য ব্লগারদের যে দলকে আমন্ত্রণ করা হয় তারাও বেশ উল্লেখযোগ্য ছিল, লিখেছেন অংশগ্রহণকারী লিয়ান্দ্রো ফোরটেস: এই একই দলকে সেররা ডেকেছিল, অনৈতিক নির্বাচন প্রচারণার চূড়ান্তে, ‘খারাপ ব্লগের' কণ্ঠ হিসাবে [.. ]। | 在选举黑函高峰期,另一位总统候选人瑟拉(José Serra)称呼他们是“肮脏的博客”,认为他们不断在扯传统媒体的后腿,瑟拉及巴西右派人士都未意识到,博客及其他社群网站具有反应、分析及批判力量,无论是假报导、错误消息、虚伪论述、宗教反启蒙主义、纸球闹剧,都在几小时内就在網絡上揭穿,我们这些“肮脏的博客”创造这场选举的历史,瑟拉及其史前朋友在網絡世界已经消失。 |
25 | সেররা বা পুরানো ব্রাজিলের ডান পন্থীদের কেউ আশা করেননি ব্লগ জগৎ আর অন্যান্য অসামাজিক মিডিয়ার প্রতিক্রিয়া, বিশ্লেষণ আর সমালোচনার ক্ষমতাকে। নকল প্রতিবেদন, ভুল রিপোর্ট, ধর্মীয় নোংরামী আর বোলিনহা দে পাপেল ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়। | 不过与会者也很快指出活动失败之处,Vianna指出,包括人权、土地改革、司法及公共卫生等议题讨论时间不足,多数时间都花费在通讯问题上,她也感叹现场欠缺女性博客人数,不过Maria Fro及Vi o Mundo博客作者Conceição Oliveira则透过Twitcam参加。 |
26 | আমরা ‘খারাপরা' এই নির্বাচনের ইতিহাস গড়েছি। সেররা আর তার প্রাগ ঐতিহাসিক বন্ধুরা ভার্চুয়াল নালাতে গায়েব হয়ে গেছেন। | 鲁拉似乎深信民众透过社会媒体参与的力量,承诺未来会继续在博客及Twitter网站上活动,巴西的Twitter用户数高居全球第二,仅次于美国,網絡用户数亦在6700万至7300万之间,Orkut及Facebook等社群网站也相当热门。 |
27 | অংশগ্রহনকারীরা অবশ্য দ্রুত আঙ্গুল তুলেছে সেশনের ব্যার্থতার দিকে। | 感谢Thiana Biondo参与本文撰稿。 |
28 | ভিয়ান্না দেখিয়েছেন যে গুরুতর বিষয় যেমন মানবাধিকার, ভূমি সংস্কার, বিচার আর গণস্বাস্থ্য যথেষ্ট বিস্তারিতভাবে দেখানো হয়নি, যা যোগাযোগের আলোচনায় চাপা পড়েছে। | |
29 | আরো হতাশা ব্যক্ত করা হয়েছে নারী ব্লগারের অভাবে, যদিও মারিও ফ্র ব্লগের কোরসিয়াচো অলিভিয়েরা (যিনি কোন্সিয়ারগো লেমেস নামেও বিয়াও মুন্ডোতে ব্লগ করেন) টুইটক্যামের মাধ্যমে অংশগ্রহন করেছিলেন। | |
30 | লুলা সামাজিক মিডিয়ার মাধ্যমে নাগরিকদের কাজে লাগানোর ক্ষমতার ব্যাপারে মনে হয় সন্তুষ্ট, আর কথা দিচ্ছেন যে তিনি ভবিষ্যৎে ব্লগ আর টুইট করবেন। | |
31 | যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলে সর্বোচ্চ টুইটার ব্যবহারকারী আছেন, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৭ থেকে ৭৩ মিলিয়নের মধ্যে। | |
32 | সামাজিক নেটওয়ার্কের সাইট যেমন অর্কুট আর কম ক্ষেত্রে ফেসবুক বেশ জনপ্রিয়। | |