# | ben | zhs |
---|
1 | প্যারাগুয়ে: গুলিবিদ্ধ হবার পর ধীরে ধীরে ফুটবলার সালভাডোর কাবানাসের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে | |
2 | ২৫ জানুয়ারির সকালবেলায় প্যারাগুয়ের ফুটবলার সালভাডোর কাবানাস মেক্সিকো সিটির এক শুঁড়িখানার বাথরুমের ভেতরে কথাকাটাকাটির সময় গুলিবিদ্ধ হন। | |
3 | কেন তাকে গুলি করা হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায় নি, তবে সম্প্রতি মেক্সিকোর পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে। | |
4 | কাবানাস মেক্সিকোর প্রথম বিভাগ লীগের ফুটবল দল ক্লাব আমেরিকার পক্ষে ফুটবল খেলে থাকেন। | |
5 | ঘটনার সময় তার স্ত্রী তার সাথে ছিল না। | 巴拉圭:足球员遭枪击 |
6 | ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার শরীরে অস্ত্রোপচার করা হয়। কিন্তু ডাক্তাররা তার শরীর থেকে গুলি বের করতে পারে নি। | 1月25日清晨,巴拉圭足球员卡巴拿斯(Salvador Cabañas)与他人在墨西哥市一间酒吧厕所发生争议,结果头部遭到枪击,事件确切起因至今不明,不过墨西哥警方正在搜捕嫌犯。 |
7 | কাবানাসের শারীরিক অবস্থা প্রথমে বেশ জটিল ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। | |
8 | এখন তিনি চলতে, খেতে এবং তার আত্মীয়দের সাথে কথা বলতে পারেন। | |
9 | বেশিরভাগ প্রচার মাধ্যম জানিয়েছে কাবানাস খেলার মাঠে ফিরে আসতে চান। | |
10 | তিনি মেক্সিকোর ফুটবল দল এবং প্যারাগুয়ের জাতীয় দলের হয়ে আবার ফুটবল খেলতে চান। | |
11 | প্যারাগুয়ের জাতীয় ফুটবল দলটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা এ বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে। | |
12 | রেসকাটার [স্প্যানিশ ভাষায়] -এর প্যারাগুয়ের ব্লগার কার্লোস রড্রিগুয়েজে লিখেছে, “ আসুন ঘটনাটি নিয়ে আলোচনার আগে এই মানুষটিকে সাহায্য করি”। | |
13 | তিনি এর সাথে যোগ করেন, অনেক লোক রয়েছে যারা এই ঘটনা সম্পর্কে উত্তেজনাকর এবং দায়িত্বহীন তথ্য প্রদান করছে: একটা খেলোয়াড়ার তার মাথায় বুলেট নিয়েও নিজের চিকিৎসায় প্রতিক্রিয়া প্রদান করে যাচ্ছে এই বিষয়টি এক বিস্ময়কর ব্যাপার। | 卡巴拿斯目前在墨西哥甲组足球联赛中,为亚美利卡队(Club América)效力,事发当时与妻子一同前往酒吧,他被紧急送往医院接受手术,但医生却无法将子弹取出,造成他情况危急,不过已逐渐好转,因为他已开始移动身体、进食、与亲戚交谈。 |
14 | কিন্তু প্রচার মাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা সচেতনভাবে তাকে তুলে ধরে। এটা সত্য যে কাবানাস এক বিক্রয় যোগ্য পণ্য। | 多数媒体均提到,卡巴拿斯希望尽早回到球场上,为足球队及巴拉圭国家代表队服务,巴国已通过资格赛,将在六月举行的世界杯足球赛中上场。 |
15 | তার নামে জার্সি বা খেলার জামা, ফ্লাগ বা ঝাণ্ডা, দিনপঞ্জিকা, ডিভিডি, কোন কিছু বিক্রি করার ঢাকনা, সংবাদ সবাই বিক্রি হয়। সে একটা সফল পণ্য। | 巴拉圭博客Carlos Rodríguez在Rexcatar博客写道:「我们先支持他,之后再谈足球」,并表示许多人散发各种充满情绪且不负责任的讯息: |
16 | উল্লেখ করার প্রয়োজন নেই যে আমরা তার জন্য বিশেষ চেষ্টা চালাবো এবং তাকে ঘিরে যে বাণিজ্য সেটিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাব না, কারণ দিন দিন সালভাডোরের শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটছে। এটি কি ডাকাতি নাকি মারামারি তাই নিয়ে এখনো সবাই অনুমান করার চেষ্টা করছে। | 看到一名球员脑部中弹,面对治疗仍展现力量,真是令人感动,但媒体也必须谨慎处理此事,卡巴拿斯确实关系到众多商业利益,周边商品包括衣服、旗帜、月历、DVD、杂志封面、新闻等,他是个成功的商品,但我们也要注意,不要过度消费他,他的健康情况每天都在进步。 |
17 | দুটি ব্যক্তির মধ্য কথোপকথন এবং যারা ঘটনাটি সরাসরি দেখেছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে এইসব ধারণা নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে। | |
18 | ব্লগার জোসে এনজেল লোপেজ ব্যারিওস লিখেছে [স্প্যানিশ ভাষায়]: এই ঘটনার অনেকগুলো ফাঁক রয়েছে…সাক্ষ্য প্রমাণে এখন পর্যন্ত পরিষ্কারভাবে প্রমাণ হয় নি তাকে আক্রমণ করার কারণ কি? | 许多人都在揣测枪击事件动机究竟是抢劫还是争执,两人之间的对话,以及目击者的证词,José Angel Lopez Barrios提到: |
19 | যতই সময় পার হচ্ছে মনে হচ্ছে তদন্তকার্য অস্বাভাবিক সব পরিস্থিতির উপর মনোযোগ প্রদান করছে। | 案情还有许多模糊之处…显然至今这起攻击事件还有许多未解之谜…目前看来,调查方向似乎锁定在难以置信的情况。 |
20 | তবে যখন তার শারীরিক অবস্থার উন্নতির সংবাদ জানা গেছে, তখন রড্রিগুয়েজ নিজেও সেই ঘটনা সম্পর্কে প্রশ্ন করছে, যে ঘটনায় কাবানাস নিজেকে জড়িয়ে ফেলেছিল। | |
21 | একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ভোর ৫. | 不过卡巴拿斯情况好转消息传来后,Rodríguez也质疑为何他当时身处在现场: |
22 | ৩০ মিনিটে এক পার্টিতে কি করছিল? | 这位优秀球员在清晨五点半的派对上做什么? |
23 | সবচেয়ে বড় কথা এ রকম এক আক্রমণের মাঝে নিজেকে টেনে নেওয়ার মানে কি, যা তাকে জীবনমৃত্যুর মাঝামাঝি অবস্থায় নিয়ে গিয়েছিল। | 让自己面临这种生死一线间的攻击危险中,他冒着不必要的风险,在那种时间下,疲劳与饮酒都会令人判断力变差。 |
24 | দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সে এক অপ্রয়োজনীয় বিপদের মধ্যে নিজেকে ঠেলে দিয়েছিল। | 无论是最近亚美利卡队出赛时、在家乡巴拉圭、在网络上,都出现声援卡巴拿斯的标语。 |
25 | এমন এক সময়ে, যে সময় ক্নান্তি এবং কোন কিছু গ্রহণ, কাউকে বিচার করার ক্ষমতা দুর্বল করে দেয়। | 校对:Soup |
26 | এই ফুটবলারে জন্য ক্লাব আমেরিকার এবং তার স্বদেশ প্যারাগুয়ের খেলার সময় [স্প্যানিশ ভাষায়] ও ইন্টারনেটে অনেককে তার প্রতি সমর্থন প্রকাশ করতে দেখা গেছে। | |