# | ben | zhs |
---|
1 | নিজেকে প্রকাশ করুন: মানবাধিকারের উপর ব্লগ কর্ম দিবস! | 表现自我:以“人权”为主题的部落格行动日! |
2 | মানবাধিকার দিবসে ফ্লিকারে আলোকিত হবার একটি ছবি। | 这是一张国际人权日的照片。 照片来自Flickr上的Catching. |
3 | সেই ২০০৭ সাল থেকেই ব্লগ কর্ম দিবস বিশ্বব্যাপী বিভিন্ন স্থানের ব্লগারদের একটি মূলমন্ত্রের উপর আসার আহ্বান জানিয়েছেঃ এক দিন, এক বিষয়, হাজার হাজার আওয়াজ। | Light(依据CC-BY授权使用) 自2007年起,部落格行动日(Blog Action Day)便一直号召全世界的部落客一起敲键盘发表文章:一天一主题,成千上万的声音。 |
4 | এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার - এবং দিনটি হচ্ছে ১৬ অক্টোবর। | 今年的主题是人权,行动日是10月16日。 |
5 | ব্লগার, পডকাস্টার এবং অন্যদের যৌথ প্রচেষ্টায় সেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরা হবে - এবং একজনকে ব্যবহারের চেয়ে মানবাধিকারকে তুলে ধরার ক্ষেত্রে আর কি ভাল উপায় হতে পারে: “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”( | 部落客与播客等人合作,携手强调人权这个重要的全球议题,藉由(世界人权宣言第19条)“人人有权享受主张和发表意见的自由”来强调人权,正是最好的方式。 在全球之声上,我们时常讨论人权,特别是人权与审查、监控和网路言论自由间的关系。 |
6 | মানবাধিকার ঘোষণা, প্রবন্ধ ২০) | 我们非常期待用一天的时间,来思考并讨论这个从未失去重要性的议题。 |
7 | গ্লোবাল ভয়েসেসে আমরা প্রায়ই মানবাধিকার, বিশেষ করে সেন্সরশিপ, নজরদারি এবং অনলাইনে বাক স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করি। | 到目前为止,有来自114个国家1,377个部落格,注册参与2013年部落格行动日。 |
8 | আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা এবং কথা বলার জন্য একটি দিনকে উত্সর্গ করার অপেক্ষায় থাকলাম যেটি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়। | 马上注册您的部落格吧,一起加入全球对话! |
9 | ২০১৩ সালে ১১৪ টি দেশ থেকে ১,৩৭৭ টি ব্লগ এ পর্যন্ত ব্লগ অ্যাকশন ডে'তে অংশ নিতে নিবন্ধিত হয়েছে। | 今年的主题标签是#BAD13、#HumanRights与#Oct16。 |
10 | আজই আপনার ব্লগ নিবন্ধন করুন এবং বিশ্বব্যাপী কথোপকথনে যোগ দিন! | 我们照例会列出全世界全球之声作者的文章。 |
11 | এই বছরের জন্য ট্যাগগুলো হচ্ছে #বাড১৩, #মানবাধিকার, # ১৬অক্টোবর। | 敬请期待! |
12 | স্বাভাবিকভাবেই, আমরা সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেসের লেখকদের অবদানসমূহের তালিকা প্রস্তুত করা যাবো - সঙ্গে থাকুন! | 译者:Ameli 校对:Fen |