# | ben | zhs |
---|
1 | ইরানঃ লেক উরমিয়াকে রক্ষার প্রতিবাদে সৃষ্ট শিল্পকলা | 伊朗:用艺术抢救湖泊 |
2 | সোমবার, ইরানের আজারবাইযান এলাকার আরদাবিলে বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমে আসে, ইরান সরকারের কাছে তারা লেক উরমিয়া নামক হ্রদ রক্ষার দাবী করে। | 星期一伊朗亚塞拜然区内阿尔达比勒的抗议群众再度走上街头,要求政府拯救尔米亚湖。 |
3 | ইরানের ব্লগাররা জানাচ্ছে যে এবারও বিক্ষোভ দমনের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আজেরী একটিভিস্টকে গ্রেফতার করা হয়েছে। | 伊朗博客报导了几个亚塞拜然活跃分子遭到打压及逮捕。 |
4 | সম্প্রতি কর্তৃপক্ষ বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্ত পানির হ্রদকে বাঁচানোর জন্য ৯৫ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। | 当局最近承诺将拨款约九千五百万从邻近河川引水,复原世界最大咸水湖之一的尔米亚湖。 |
5 | এতে নদী থেকে পানি লেকে নিয়ে আসা হবে। আরদাবিলে সোমবার কি ঘটেছিল, গাফতার সবজ তাঁর এক প্রত্যক্ষদর্শী। | Goftar Sabz 目击了阿尔达比勒星期一发生的事件。 |
6 | ব্লগার লিখেছে [ফার্সী ভাষায়] : | 他在博客上写道: |
7 | ‘স্টে ব্লু' (নীলে থাকুন)-লেক উরমিয়ার জন্য ফেসবুকে প্রতিবাদী শিল্প | “维持湛蓝” -- 脸书上的尔米亚湖抗议艺术。 |
8 | সন্ধ্যা ঠিক ৬ টার সময় আমি আরাদাবিলের রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং সে সময় সেখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম। | 傍晚大约六点我在阿尔达比勒走着,街上布满了安全部队。 |
9 | যখন বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করল, তখনই তাদের গ্রেফতার করা শুরু হয়। | 两名抗议人士在呼口号时遭到逮捕。 |
10 | আমি শারিয়াতি স্কোয়ারের দিকে হেঁটে গেলাম এবং দেখলাম সেখান দশ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। | 我走向沙里亚提广场,一路上看到十个人被逮捕。 |
11 | আমি শুনেছি যে শহরের অন্য অনেক এলাকাতেও নিরাপত্তা বাহিনীর আরো অনেককে গ্রেফতার করেছে। | 听说其他地方还有更多人被维安部队逮捕。 |
12 | সেভ-নিউজ ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়]: | Sev-news 博客写道: |
13 | আরদাবিলে বেশ কয়েক ভাবে দমনের ঘটনা সংঘঠিত হয়েছিল, সেখানকার ইন্টারনেট-এর গতি ছিল প্রায় শূন্যের কোঠায় এবং মোবাইল ফোন দিয়ে কারো সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না। | 阿尔达比勒有数场示威抗议,網絡速度趋近于零,也无法用行动电话联系。 |
14 | লোকজন ক্রমাগত তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছিল এবং লেক উরুমিয়া রক্ষার দাবীতে স্লোগান দিচ্ছিল। | 群众持续抗议,并呼口号保卫尔米亚湖。 |
15 | কোলেখাবার লিখেছে [ফার্সী ভাষায়] যে কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনী এই আন্দোলনের সাথে জড়িত একটিভিস্টদের তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে এবং তাদের ব্যক্তিগত জিনিষপত্র জব্দ করেছে। | Kolekhabar 写到几天前维安部队在数名活跃份子家中将其逮捕并没收了他们的私人物品。 |
16 | রাহ আজাদি বলছে [ফার্সী ভাষায়] যে দেখে মনে হচ্ছে আরদাবিল এক দখলীকৃত নগরী এবং সব জায়গায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। | Rah Azadi 说阿尔达比勒像是被占领了一样,到处都是维安部队。 |
17 | উরমিয়া লেক-এর সমর্থক একটি ফেসবুক পাতা তৈরি করা হয়েছে, ইতোমধ্যে এই পাতার সমর্থকের সংখ্যা ৪৭০০ জন পার হয়ে গেছে। | 尔米亚湖支持者也建立了脸书页面,目前已有超过四千七百名追踪者。 |
18 | এই সমর্থক পাতায় যে ছবি (উপরে) তাতে লেখা রয়েছে “ নীলে থাকা”। এ ছাড়াও বেশ কিছু সৃষ্টিশীল ফেসবুকের পাতা তৈরি করা হয়েছে। | 在其中一个脸书群组图片(上图)上写着:“维持湛蓝”。 |
19 | এ রকম একটি পাতায় (নীচে তার ছবি ছবি প্রদর্শন করে হয়েছে) লেখা রয়েছে (স্বর্গ আমাদের সাহায্য করুক, যখন মানুষ তা করতে ব্যর্থ এবং তারা উপেক্ষা করে) | 脸书上还有其他的艺术创作,像下图则是呼唤“当人们无能漠视,请老天保佑”。 |
20 | লেক উরমিয়া প্রতিবাদ শিল্প | 尔米亚湖抗议艺术 |