# | ben | zhs |
---|
1 | থাইল্যান্ড: প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তিনি এক ব্রিটিশ নাগরিক | 泰国:总理是英国人 |
2 | যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিশিত ভিজাজিভার সংসদের এক অধিবেশনে স্বীকার করেছেন তিনি এখনো তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেননি। | 生于英国的泰国总理艾比希(Abhisit Vejajjiva)在国会中承认,自己尚未放弃英国籍: |
3 | ““… আমার থাই নাগরিকত্ব আছে কিনা আপনারা তা জানতে উৎসুক নন, কিন্তু “আপনারা জানতে উৎসুক আমার ব্রিটিশ নাগরিকত্ব আছে কিনা, আমি তার সরাসরি জবাব দেব”। | “…您不好奇我是否拥有泰国籍,只关心我有没有英国籍,我可以直接回答您”,“您询问我是否已正式放弃英国籍,我承认我未放弃,因为若国籍法规有所矛盾,就应采行泰国规定。” |
4 | “আপনারা জিজ্ঞেস করেছেন আমি আনুষ্ঠানিকভাবে কখনো আমার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছি কিনা, আমি স্বীকার করছি আমি আমার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করিনি, কারণ আমি আইনগতভাবে বুঝি যে, নাগরিকত্বের আইন নিয়ে কোন জটিলতা তৈরি হলে অবশ্যই থাই আইন ব্যবহৃত হবে”। | “我的心态很明确,虽然我在英国出生,但我觉得自己是泰国人,我在英国求学,但我想回到泰国工作与居住,我只想为国家利益服务,从没有其他念头”。 |
5 | “আমার উদ্দেশ্য পরিষ্কার। | 译文由Bangkok Pundit提供 |
6 | ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও আমি নিজেকে একজন থাই মনে করি। | 泰国总理艾比希,公用照片来自Wikimedia Commons |
7 | ইংল্যান্ডে পড়াশুনা করলেও আমার ইচ্ছে ছিল থাইল্যান্ডে ফিরে এসে কাজ শুরু করা ও এখানেই বসবাস করা। দেশের জন্যে কাজ করা। | 艾比希于2008年就任总理,虽然他仍是英国公民,但并未因此丧失国会议员资格,依据法律,只要双亲都是泰国公民,子女就能竞选公职。 |
8 | এছাড়া আমি অন্যকিছু চিন্তা করিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিশিত ভিজাজিভা। | 在野阵营一开始质疑艾比希的国籍,是因为想以违反人性罪行为名,向国际法庭控告他,虽然泰国至今未加入国际法庭,但英国为缔约国。 |
9 | পাবলিক ডোমেইনে উইকিমিডিয়া কমন্সের ছবি। (অনুবাদ সরবরাহ করেছেন ব্লগার ব্যাংকক পণ্ডিত)) | 部分人士指控他命令军方,在去年以暴力驱散反政府抗议群众,导致数十人死伤。 |
10 | ২০০৮ সালে অভিশিত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। তিনি এখনো ব্রিটিশ নাগরিক- এই স্বীকারোক্তি তাকে সংসদ সদস্য পদের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করেনা। | Tony on Thailand好奇,为何艾比希不愿承认英国籍: |
11 | কারণ তার পিতামাতা থাই নাগরিক হওয়ায় তিনি আইনগতভাবে সরকারী পদের যোগ্য। প্রথমে বিরোধীদল অভিশিতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে। | 我身为英国公民,若有人放弃英国籍,八成是疯了! |
12 | কারণ তাদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি) দাঁড় করানো। | |
13 | থাইল্যান্ডে এখনো আইসিসির আইনটিতে অনুস্বাক্ষর করেনি, কিন্তু যুক্তরাজ্য তা করেছে। | 就我所知,英国好像没有合法放弃国籍的程序,而且为何要放弃? |
14 | অভিশিত গতবছর ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহিংস ভাবে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীকে আদেশ দিলে, সে সময় কয়েক ডজন লোক হতাহত হয়। | 关于艾比希是否拥有英国籍的争议很无聊,他有英国籍,他或许有双重国籍,也没关系,那有什么错? |
15 | টনি অন থাইল্যান্ড আলোকপাত করেছেন, কেন অভিশিত তার ব্রিটিশ নাগরিকত্ব স্বীকারে নিমরাজি: নিজে ব্রিটিশ নাগরিক হওয়ায় কেউ যে নিজ নাগরিকত্ব অস্বীকার করতে পারে, সেটা আমার কাছে পাগলামি মনে হয়। | 他之所以不愿坦承是英国公民,是因为担心自己可能违背某些泰国法律规定,禁止外国人士从政,但他最主要是忧虑若反对者的官司成案,自己离开泰国后,可能遭到国际法庭逮捕,我们一向都知道艾比希多么讨厌承担责任。 |
16 | যতদূর আমি জানি, আপনি চাইলেও তা বৈধভাবে করতে পারার ব্রিটিশ কোন আইন নেই। আর আপনি তা করতে চাইবেনই বা কেন? | Robert Amsterdam是遭罢黜的泰国前总理泰克辛(Thaksin Shinawara),也是他向国际法庭控告艾比希: |
17 | মার্ক এ. ভিজাজিভা ব্রিটিশ কিনা এ নিয়ে সমস্ত বিতর্কই অর্থহীন। | 首先,由于泰国长期纵容官员不必为大屠杀负责,政府又不断企图淡化这起事件,让我们只能寄希望于国际法庭,盼望能用法律制裁泰国 军方将领及政治人物。 |
18 | তার দ্বৈত নাগরিকত্ব থাকতেই পারে, তাতে দোষের কি আছে। যে কারণে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক না বলার চেষ্টা করছেন, তা হচ্ছে, প্রথমতঃ তিনি চিন্তিত, পাছে কোন থাই আইনে কোন বিদেশী রাজনীতিতে থাকতে পারবে না, এমন বিধানে তিনি দোষী সাব্যস্ত হন। | 其次,由于泰国媒体不愿要求真相,不愿从事任何调查报导,英语媒体又总是为政府说话,我们必须要收集证据,揭穿政府的谎言,也突显出 “和解”只是空话。 |
19 | বরং তিনি বেশী চিন্তিত এই কারণে থাইল্যান্ড থেকে বের হলে, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতার হতে পারেন। এর সবই হতে পারে, যদি তার বিরুদ্ধে নেয়া পদক্ষেপ সফল হয়। | Tasty Thailand认为,艾比希未来可能利用英国籍逃离泰国: |
20 | আর আমরা সবাই জানি মার্ক দায়িত্ব নিতে অপছন্দ করেন। বিতাড়িত থাই নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার আইনজীবী রবার্ট আমস্টার্ডাম অভিশিতের বিরুদ্ধে আইসিসিতে মামলা করেছেন: | 简而言之,艾比希不想放弃英国籍,因为若泰国局势对他不利,让他也得如泰克辛一般逃离泰国,相较于英国屡屡要求泰克辛离开,艾比希身为英国公民,当然有权留在英国。 |
21 | প্রথমতঃ রাষ্ট্রীয় কর্মকর্তাদের সম্পুর্ণ দায়মুক্তি দেয়ার থাইল্যান্ডের দীর্ঘদিনের ইতিহাস আর এই অতি সাম্প্রতিক ঘটনাটিকে ধুয়ে-মুছে ফেলার চলমান অপচেষ্টার প্রেক্ষিতে থাই সেনানায়ক এবং রাজনীতিবিদদের বিচারের মুখোমুখি করতে আইসিসিই এখন প্রধান ভরসার স্থল। | |
22 | দ্বিতীয়তঃ থাই মিডিয়া সত্য প্রকাশে অনাগ্রহ, কোন প্রকার তদন্তমূলক সাংবাদিকতার প্রতি তাদের অনীহা আর (ইংরেজিভাষী পত্রিকার ক্ষেত্রে) শাসকগোষ্ঠীর দায়মুক্তির পক্ষে অত্যুৎসাহের কারণে সরকারের মিথ্যার জবাব এবং এর “সমঝোতা”-এর অন্তঃসারশূন্য প্রতিশ্রুতির মুখোশ খুলে দিতে প্রমাণ সংগ্রহ করা জরুরী। | |
23 | টেস্টি থাইল্যান্ড বিশ্বাস করেন থাইল্যাণ্ড থেকে পালিয়ে যেতে অভিশিত ভবিষ্যৎ-এ তার ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করতে পারেন: | Tulsathit Taptim为《The Nation》报纸撰稿,指称艾比希将无法摆脱国籍争议: |
24 | বিষয়টির ভেতরকার সত্য হল, তিনি তার ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে চান না কারণ, শেষ পর্যন্ত যদি এমন কিছু থাইল্যান্ডের ঘটে, যাতে তাকে থাকসিনের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, তাহলে যেন থাকসিনের মতো তাকে যুক্তরাজ্য ছেড়ে চলে যেতে না বলতে পারে এবং যেন তার ব্রিটিশ নাগরিক হিসাবে সেখানে অবস্থানের অধিকার থাকে। | |
25 | দি নেশন পত্রিকার এক লেখায় তুলসাথি তাপতিম জানান, তিনি বিশ্বাস করেন নাগরিকত্বের বিষয়টি অভিশিতকে সারাক্ষণ তাড়া করে ফিরবে: | 艾比希在国会所言,已列入白纸黑字的记录,他应该清楚,若外界发现他扭曲事实或说谎,会发生什么事? |
26 | বৃহস্পতিবার অভিশিত সংসদকে যা বলেছে তা রেকর্ড করা আছে। | 国籍争议已让他再度面临各种检验。 |
27 | আমরা কি ধরে নিতে পারি ভুল তথ্য দিয়ে বা মিথ্যা কথা বলে ধরা পড়লে কি হবে তিনি ভালই জানেন? | 泰国在野阵营日前已要求英国政府调查,确认艾比希过去是否曾行使公民权。 |
28 | নাগরিকত্বের বিষয়টি তার জন্যে নতুন একটি পরীক্ষা। | 艾比希在国会发言片段可在网站里查阅(2011年2月24日画面)。 |
29 | কয়েকদিন আগে বিরোধীদল অভিশিত তার নাগরিকত্ব ব্যবহার করেছেন কিনা তা নিরীক্ষা করে দেখতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। | |
30 | সংসদে অভিশিতের স্বীকারোক্তির ভিডিওচিত্রটি অনলাইনে পাওয়া যাচ্ছে (ফেব্রুয়ারী ২৪, ২০১১)। | 校对:Soup |