# | ben | zhs |
---|
1 | ইরান: বিনামূল্যের আলু নির্বাচনী জ্বরকে বাড়িয়ে দিয়েছে | 伊朗:免费马铃薯与选举招数? |
2 | ইরানী কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহে বিভিন্ন শহরে বিনামূল্যে আলু বিতরণ করেছে। বেশ কয়েকজন রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদের বিনামূল্যে আলু বিতরনকে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণার অংশ হিসাবে আর একে জনগনের টাকা নষ্ট করা মনে করেছেন। | 伊朗政府最近几周在许多城市发送免费马铃薯,国内不少政治人物批评这是政府的总统选举策略,认为浪费公帑;官员强调这是因为伊朗马铃薯产量过剩,故由政府收购后免费发放。 |
3 | ইরানী কর্মকর্তারা বলেছেন যে ইরানে আলুর সরবরাহ বেশী ছিল আর সরকার সেটা শুধু কিনে বিতরণ করেছে। ইরানী তাবনাক সাইট ইশফাহানের একটা বিশ্ববিদ্যালয়ে এই আলু বিতরণের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। | Tabnak网站张贴在伊斯法罕(Isfahan)一所大学赠送马铃薯情况的照片,博客对「马铃薯门」事件也表达意见。 |
4 | বেশ কয়েকজন ব্লগার এই ‘আলু গেট' কেলেন্কারী নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন। | 伊朗知名漫画家兼博客Nik Ahang张贴上图,其中马铃薯对总统说:我们支持你。 |
5 | একজন প্রথমসারীর ইরানী কার্টুনশিল্পী আর ব্লগার নিক আহাং একটি কার্টুন প্রকাশ করেছেন (উপরে দ্রষ্টব্য) যেখানে ‘আলু আহমাদিনেজাদকে বলছে: আমরা আপনাকে সমর্থন করি।' মোমেইনি, যিনি ভূতপূর্ব প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভিকে সমর্থন করেন প্রেসিডেন্ট নির্বাচনে, মনে করেন বিনামূল্যে আলু বিতরণ আহমাদিনেজাদের ভোট পাওয়ার চেষ্টা। | Mmoeeini在总统选举中支持前总理Mir Hossein Mousavai,他认为免费马铃薯是现任总统在收买选民,他指出,伊朗总统四年前竞选时,曾承诺要发放石油收益给人民,如今总统选举在即,农业部又悄悄开始赠送免费马铃薯。 |
6 | এই ব্লগার লিখেছেন যে ইরানী প্রেসিডেন্ট চার বছর আগে কথা দিয়েছিলেন মানুষের মধ্যে তেলের রাজস্ব বিতরণ করার আর যেহেতু শীঘ্রি প্রেসিডেন্ট নির্বাচন আসছে, কৃষি মন্ত্রনালয়ের এজেন্টরা কোন শব্দ না করে আলু বিতরণ করেছে। | |
7 | নেমাত সিবিল বলেছেন: সাম্প্রতিক সময়ে, তেহরানের আশেপাশের এলাকায় শত শত ট্রাক আলু বিতরণ করা হয়েছে। | Nemat Sibil表示[波斯文]: |
8 | যেন যে কারও এইসব আলু পাওয়ার কোন সীমা নেই এভাবে পরিবারের লোকেরা বড় বড় থলে নিয়ে এসে পরিবেশকদের ধন্যবাদ জানাচ্ছে। মনে হচ্ছে এইসব বিনামূল্যের আলু আর যেগুলো সিরাজে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে তার মধ্যে কোন যোগসূত্র আছে। | 数十辆卡车最近行驶于首都德黑兰周围地区,四处发送马铃薯,似乎没有每人领取上限,许多家庭因此拿着大袋子前来,并感谢工作人员,他们与在Shiraz发送马铃薯的人应该有所关联。 |
9 | একজন রাজনৈতিক বিশ্লেষক আব্বাস আব্দি মনে করেন বিনামূল্যে আলু বিতরণ শুধু এর নষ্ট হওয়াতেই সাহায্য করবে, কারন মানুষ যত ইচ্ছা নিচ্ছে তার পরে তা আর সংরক্ষণ করতে পারছে না। | 政治分析员Abbas Abdi认为,免费发送只会导致浪费,因为人们随意领取后,却无法妥善保存,他质疑[波斯文]: |
10 | তিনি জিজ্ঞাসা করেছেন: | 为什么政府不发放免费洋葱? |
11 | সরকার কেন বিনামূল্যে পেঁয়াজ বিতরণ করেনি আর এই কাজের জন্য ব্যায় করা অর্থের উৎস কি? | 这项活动经费从何而来? |