# | ben | zhs |
---|
1 | গ্রীস: দাবানল এথেন্সের দিকে ধেয়ে আসছে | 希腊:雅典遭大火吞蚀 |
2 | শুক্রবার রাতে এক লেলিহান আগুন গ্রীসের উত্তরপূর্ব এটিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সে এক বিশাল পরিমাণ বন ভূমি এলাকা ও সম্পত্তি ভস্মীভূত করে। | 周五晚间,希腊城市阿提卡的东北位置,发生野火,迅速燃烧庞大面积的森林及地产。 |
3 | দুই দিনের মাথায় এই আগুন এথেন্সের সবচেয়ে উত্তরের উপশহরের কাছে পৌঁছে যায়, এই অগ্নিকাণ্ড ২০০৭ সালে ঘটা রাতের দু:স্বপ্নের মতো বিধ্বংসী দাবানলের স্মৃতি আবার ফিরিয়ে এনেছে। | 仅仅两天,火焰已经逼近雅典最北端的郊区,使人不禁联想起2007年的森林大火噩梦。 |
4 | গ্রীক ব্লগার মাইন্ডস্ট্রিপার এর ভদ্রমহিলা তার বাড়ির বারান্দা থেকে তোলা ছবি পোস্ট করেন ব্লগে যা শনিবার সন্ধ্যার দৃশ্য: | 希腊博客mindstripper在the scratch blog中,公布一张照片,纪录周六晚间从自家阳台观望的景色: |
5 | এথেন্সে তখন রাত ৮টা এবং আমি ঘর ছেড়ে বের হলাম। | 雅典时间晚间八点。 |
6 | ঘটনার একদিন পরে লন্ডন ভিত্তিক ফটোগ্রাফার মালজোপোউলো একটি ছবি পোস্ট করেছে যা এক বিমান থেকে নেওয়া হয়েছে। | 我想逃离家园。 |
7 | ভদ্রমহিলা মন্তব্য করেছেন, “একে ভাষায় বর্ণনা করা যায় না…. ”। | 一天之后,驻派伦敦的摄影师mlazopoulou也发布一张从飞机上空拍的照片: |
8 | সরাসরি তোলা আগুনের দৃশ্য: | 她写道:「我无法用文字形容…」 |
9 | রবিবার রাতে স্কিনিয়াস বনের ভেতরে রাখা এক ওয়েব ক্যামেরা এই দৃশ্যটি ধারণ করেছে কিভাবে আগুন ধেয়ে আসছে। | 大火现场 |
10 | যতক্ষণ পর্যন্ত ক্যামেরা কাজ করছিল ততক্ষণ পর্যন্ত সে এই দৃশ্য ধারণ করে, (তারপর অস্থায়ী ভাবে কাজ করা বন্ধ করে) এখন ক্যামেরাটি আবার কাজ করছে। | 周六晚间,一台架于西尼亚斯森林中的网络摄影机,拍摄蔓延的大火纪录照,直到临时故障为止(目前已修好)。 |
11 | স্কিনিয়াস ওয়েবক্যামের ছবি, ২৪শে আগস্ট রাত ১:৫৩, গ্রীস | 西尼亚斯森林网络摄影机拍摄画面8月24日 1:53AM 希腊 |
12 | দি নিউ এথেনিয়ান রবিবার সকালের ঘটনার কথা জানাচ্ছে, রবিবার সকালে আগুন এথেন্সের পেনডেলি উপশহর এলাকায় এসে পৌঁছায়। | 新雅典人(New Athenian)记载周日早上发生的事件,当时火势蔓延到雅典的彭代利郊区: |
13 | অনেক স্থানীয় বাসিন্দা তাদের বাসা রক্ষা করার জন্য সারারাত জেগেছে। | 许多当地居民彻夜捍卫家园。 |
14 | রবিবার সকাল পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছিল ছোটখাট আগুন নেভানোর জন্য, যা তাদের ঘরের কাছে জ্বলছিল। | 周日早晨,居民继续全力扑灭家园周遭窜起的小火。 |
15 | জলপাই গাছের ডাল ও বেলচা দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে অথবা একটা মানব বন্ধন তৈরি করে একজনের থেকে আরেক জনের হাতে পানি পূর্ণ বালতি দিয়ে একই কাজ করছিল। তাদের উঠান থেকে একটা হোস পাইপ থেকে তারা পানি টানছিল। | 他们以铲子跟橄榄树枝打火,或者组成人链,接 力传递在家中装满水的水桶。 |
16 | এক কটু ধোঁয়ায় বাতাস ভরে গিয়েছিল, এবং লোকজন তাদের মুখ টি-শার্ট, মাথার চুল ঢাকার জন্য যে পোশাক ব্যবহার করা হয় সেই কেইরিচীফ ও তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাজ করছিল। […] | 空气有浓浓的辛辣烟味,人们以T-Shirt、手帕以及毛巾掩脸工作。 |
17 | পানডেলি আবাসিক এলাকার অনেক বাসিন্দা তাদের বাসা খালি করার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। | 很多彭代利居民坚持,不到最后一刻,不撤离家园。 |
18 | অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাট গাড়িতে ভরে ছিল। অনেক লোক তাদের বাসার বাইরে অপেক্ষা করছিল। | 上午尾声,街道仍停满车辆。 |
19 | তাদের মুখ ঢাকা ছিল, তাদের পেছনে তাদের কুকুর গুলো ছিল, যারা শেকলে বাধা ছিল। | 许多人掩面在家门外等着,紧靠身旁的是系上牵绳的宠物狗。 |
20 | লেলিহান আগুন তখন দেখা যাচ্ছিল না কিন্তু তার গভীরতা বোঝা যাচ্ছিল বিস্ফোরণের বিভিন্ন শব্দের মাধ্যমে- সম্ভবত প্রাকৃতিক গ্যাস ভর্তি ট্যাংক অথবা গাড়ীর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। | 从浓烟密布的大火深 处,爆炸声不停传出- 或许是天然瓦斯桶,还有车辆爆炸的声音。 |
21 | টুইটারে লোকজন এক গুগল ম্যাপ ম্যাশআপের (ম্যাশআপ হচ্ছে ওয়েব পাতার এক ভিন্ন সংস্করণ যেখানে ম্যাপের সাথে কয়েকটি ডাটা একসাথে যুক্ত থাকে) দিকে নির্দেশ করছিল। | 推特网站上,有人利用Google Maps撘配火灾情报局FIRMS的数据,追踪大火动向,并加上hashtag (#grfires)迅速收集在推特网上发布的火灾消息。 |
22 | এখানে আগুন বিষয়ক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ফার্মস তথ্য প্রদান করছিল। | 但是许多留言重复新闻报导的消息,以及媒体及政治家的评论,真正的第一手资料居少数。 |
23 | তারা আগুনের অবস্থা পর্যবেক্ষণ করছিল এবং টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে পরিস্থিতির বর্ণনা দিয়ে (#জিআরফায়ারস) টুইটারে অগ্নিকাণ্ড সম্বন্ধে সমষ্টিগত ভাবে যে প্রশ্ন আসছিল তারই উত্তর দিচ্ছিল। | 推特用户@savvakos提供一些第一手资料报导大火蔓延的前线状况,并以Google Maps座标补充: |
24 | টিভিতে যে বর্ণনা প্রচার হচ্ছিল বেশির ভাগ মেসেজে সে গুলোই উত্তর হিসেবে পাঠানো হয়েছিল, এর সাথে প্রচার মাধ্যম ও রাজনৈতিক দলের সমালোচনাও ছিল, যার মধ্যে ছিল মূল বিষয়ের উপর সামান্য সরাসরি রিপোর্ট করা। টুইটার ব্যবহারকারী @সাভাকোস আগুনের সামনে থেকে কিছু সরাসরি রিপোর্ট সরবরাহ করেছেন। | 紧急的火灾前线在Stamata,就在广场前#grfires http://bit.ly/t38Z5 http://twitpic.com/ezarv |
25 | তিনি এর সাথে ঘটনার তত্ত্বাবধান করেছেন গুগল মানচিত্রের মাধ্যমে। | 同样在推特,@kyanoun公布了一支即时影片,并利用Qik加上评述。 |
26 | স্টামটার সক্রিয় অগ্নি নিরোধ কাজে আগুনের সামনে, জায়গাটি ঠিক স্কোয়ারের পিছনে#জিআরফায়ারস, এইচটিটিপি://বিট. | 他在回家路上,从车内拍下阿提卡公路烟雾弥漫。 |
27 | এলই/টি৩৫জেড৫, এইচটিটিপি://টুইটপিক. কম/ইজারাভ। | 黑暗中灯光闪烁 |
28 | এ ছাড়াও টুইটারে, @কেইয়ানাউন রিয়েল টাইম বা ঘটনার সময় তোলা এক ভিডিও পোস্ট করেছেন, যার সাথে ধারা বর্ণনা ছিল, কুইক নামের এক সফটওয়ার ব্যবহার করে তিনি এ কাজ করতে সমর্থ হন। | 大火发生时,最怕的就是日落,因为飞机无法起飞,大大影响救灾速度。 |
29 | সে সময় তিনি এটিকার ধোঁয়াচ্ছন্ন সড়কের উপর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকারে আলোর ঝলকানি: | Eric Parks在推特形容这戏剧性的一刻: |
30 | অগ্নিকাণ্ডের সময় সূর্য অস্ত যাওয়া এক ভীতিকর ব্যাপারে পরিণত হয়। কারণ বিমান গুলো তখন মাটিতে নেমে আসে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়টি বাধাগ্রস্ত হতে থাকে। | @erictparks:我们在日落中,目睹空中救灾人员抢在最后一滴日光消逝前救火。 |
31 | এরিক প্যাকার টুইটারে এই নাটকীয় মুহূর্তের বর্ণনা করছেন। | 黑夜揭开山上几百处的火点。 |
32 | @এরিকটিপার্কস: সুর্যাস্ত হচ্ছে এবং আমরা দেখছি সামান্য আলোতে বিমানের মাধ্যমে দুর্ধর্ষ অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর শেষ চেষ্টা করা যাচ্ছে। | |
33 | অন্ধকার পাহাড়ের উপর জ্বলতে থাকা শত শত আগুনের শিখাকে স্পষ্ট করল। | 希腊网页设计师Dimitrios Doukoglou在Twitpic公布这张在8月23日拍摄的照片: |
34 | আগষ্টের ২৩ তারিখে গ্রীক ওয়েব ডিজাইনার ডিমিত্রিওস ডোকুগ্লু টুইটপিকে এই ছবিটি পোস্ট করেছে। | Doukoglou公布在Twitpic,8月23日从自家屋顶看到的景象。 |
35 | আমার ছাদ থেকে গতকাল রাতের দৃশ্য। #জিআরফায়ারস | #grfires |
36 | টু্ইটপিক ব্যবহারের মাধ্যমে অনেক টু্ইটার ব্যবহারকারী ব্যক্তি মোবাইলে তোলা ছবি পোস্ট করেছে এবং একজন গ্রীক সফটওয়ার ডেভেলপার একটি স্বয়ংক্রিয় তরতাজা সংবাদ দিতে থাকা ওয়েব সেবা চালু করেছে এই সমস্ত পোস্ট গুলোকে এক করে, এর জন্য সে #জিআরফায়ার হ্যাশট্যাগ ব্যবহার করেছে। | 有些人则是利用Twitpic功能,张贴手机照片在推特网上,其中希腊的一家软体研发公司,提供了自动更新的网络服务,收集标注#grfires标签的照片。 |
37 | অগ্নিকাণ্ডের সময় রাজনীতি: | 火灾发生时的政治 |
38 | টীচার ডিউড, একজন নাগরিক ফটো সাংবাদিক, যইনি থিসালোনিকি থাকেন। তিনি লেলিহান আগুন ও জাতীয় নির্বাচনের সাথে দেশটির রাজনীতির যে যোগসূত্র রয়েছে তার উপর মনোযোগ দেন। | Teacher Dude,一位在塞萨洛尼基驻点的公民摄影记者,则是关注大火跟全国大选的相关性: |
39 | যদিও গ্রীসে নিয়মিতই ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এথেন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক গবেষণায় দেখা গেছে জাতীয় নির্বাচনের সাথে এই বিপর্যয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। | 虽然希腊时常发生野火,但在一项雅典大学经济系的 研究推测,大火的催灭性跟全国大选有直接的关系。 |
40 | স্পাইরোস সাকুরোস ও নিকোস ক্রিস্টোডৌউলাকিস-এর মতে গত ৫৪ বছরে বন ভূমি তার অর্ধেক অংশ হারিয়েছে, তবে ১৬ বছরে সেই সমস্ত এলাকায় আগুন লেগেছে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। | 根据Spyros Skouras 和 Nikos Christodoulakis,在过去54年的大火纪录中,烧毁的森林中,有一半以上发生在有选举活动的16年内。 |
41 | শেষ বার যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যা ঘটেছিল ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে। | 最后一场严重的大火在2007年,发生时间就在举行议会选举的前一周,因而延后选举,大多的政治分析家考虑在延后的数月内,宣布新的选举日期。 |
42 | এবার বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বিবেচনা করছেন কয়েক মাসের মধ্যেই এক নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। | Teacher Dude在推特版上回忆,他以前亲自参加灭火的努力: |
43 | টিচার ডিউড টুইটারে আমাদের স্মরণ করিয়ে দেন এর আগের এক অগ্নি নির্বাপন কর্মকাণ্ডের চেষ্টার কথা, যেটাতে তিনি নিজেই অংশগ্রহণ করেছিলেন। . | 我不断回想起1997年在撒罗尼加发生的事情。 |
44 | ১৯৯৭ সালে সালোনিকিতে কি ঘটেছিল তা মনে রেখেছি। | 我自愿成为打火志工。 |
45 | আগুন নেভানোর সময় স্বেচ্ছাসেবক হিসেবে আমি কাজ করেছিলাম, খুবই ভীতিকর ব্যাপার, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। | 那种火移动的速度,真的让人很惊恐。 |
46 | … এবং অরওয়াইলি মন্তব্য করেছে যে : | …他也讽刺的评论: |
47 | দি নিউ ডেমোক্রেসি দলের [সরকারি দল] প্রতীকের এখন নতুন এক মানে তৈরি হয়েছে। এইচটিটিপি://টিনইয়ুরাল. | 新民主党(执政党)的党徽现在有新意义了。http://tinyurl.com/m4mafa #grfires |
48 | কম/এম৪মাফা#জিআরফায়ারস। | 校对:Portnoy |