# | ben | zhs |
---|
1 | সিরিয়া: ত্রেইমসেহ গণহত্যায় ক্ষোভ এবং দুঃখ | 叙利亚:Traymseh屠杀引发悲愤情绪 |
2 | গত বছর পবিত্র রমজান মাসের প্রাক্কালে বাশার আল-আসাদের শাসনের অনুগত সিরীয় বাহিনী কেন্দ্রীয় শহর হামা'তে প্রায় ৪৫ জন বেসামরিক লোকের উপর গণহত্যা চালিয়েছিল। এই বছর রক্তপাতটি ঘটে হামা'র উপকণ্ঠে ত্রেইমসেহ গ্রামে। | 去年,效忠巴沙尔·阿萨德(Bashar al-Assad)政权的叙利亚军队,于伊斯兰斋戒月前夕,在哈马(Hama)市中心屠杀了大约四十五名老百姓。 |
3 | তবে এবার মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি মনে করা হচ্ছে। | 今年,流血屠杀发生在哈马近郊的一个村落Traymseh,据信,死亡人数比去年在哈马多好几倍。 |
4 | এক্টিভিস্টদের মতে ১২ই জুলাই তারিখে গ্রামটিতে তিনটি পুরো পরিবারসহ প্রায় ২২০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। | 根据来自运动人士的消息,村中大约有二百二十位老百姓在7月12日遭到谋杀,其中包括了三个完整的家庭。 |
5 | সিরীয় লেখক এবং ব্লগার রাইম আল্লাফ লিখেছেন: | 叙利亚写手及博客Rime Allaf写道: |
6 | @রাল্লাফ: #সিরিয়া'র #হামা প্রদেশে আরেকটি গণহত্যার খবর এসেছে: ২২০ জন শিকার, অনেককে ছুরি দিয়ে জবাই করা হয়েছে, শিশুদেরকেও, ৩টি পুরো পরিবার। | @rallaf:有关发生在#Syria #Hama省另一场屠杀的消息:约有二百二十位受害者、许多人遭以刀子杀害、小孩也是、三个完整的家庭。 |
7 | প্রতিক্রিয়াগুলোতে অনিয়ন্ত্রিত ক্রোধ এবং বিষণ্ণতা থেকে শুরু করে পরম অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। | 人们对于此事的反应,在难以抑制的悲愤与全然的无助之间摆荡。 |
8 | সিরীয় এক্টিভিস্ট সাকিব আল-জাবরি তার অনুভূতিগুলো সংকলিত করেছেন এখানে: | 叙利亚运动人士Shakeeb Al-Jabri在此总结了他的心情: |
9 | @লে'শেক: আমি জানিনা কারো “ইতোপূর্বে দেখা” গণহত্যার প্রতিক্রিয়াটি দুঃখজনক বা বেপরোয়া কিংবা অন্য কী হতে পারে। | @LeShaque:当一个人对于屠杀的反应感到“似曾相识”时,我不知道那个感觉该是伤心、绝望或是怎样。 |
10 | #সিরিয়া | #Syria |
11 | এদিকে কারিম লাইলাহ টুইট করেছেন: | Kareem Lailah推特下面这句话的同时: |
12 | @করিমলাইলাহ: এখন পর্যন্ত, মাটির উপরের চেয়ে মাটির তলে সিরীয়দের সংখ্যা বেশি। | @KareemLailah:至此,地底下的叙利亚人比地面上的还要多。 |
13 | #সিরিয়া | #Syria |
14 | শাকিব আল-জাবরিও সিরীয়দের গণহত্যার সম্পর্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিলাপ করেছেন, বিশেষ করে একারণে যে সিরিয়াকে নিয়ে ইউএনএসসি'র (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের পর এটাই প্রথম গণহত্যা নয়: | Shakeeb al-Jabri也哀叹着国际组织在叙利亚屠杀事件上的无作为,尤其,这已经不是在联合国安理会主要成员在叙利亚召开会议之际,发生的第一场屠杀事件了: |
15 | @লে'শেক: মুড, আনান, বান, ইউএনএসসি সবাই গণহত্যার নিন্দা করবেন, কিন্তু দুস্কৃতিকারীটিকে নয়, যেন মানুষ শুধু এমনি এমনি মারা যাচ্ছে। | @LeShaque:穆德(Mood)、安南(Annan)、潘基文(Ban)、联合国安理会都会谴责屠杀事件,但是不会谴责加害者,就好像人民只是自然死亡而已。 |
16 | #সিরিয়া | #Syria |
17 | এবং কথাটিকে সত্যি করে দিয়ে এই গণহত্যার অব্যবহিত পরেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গণহত্যাটির নিন্দা করতে এগিয়ে এসেছেন: | 这句话果然成真,屠杀发生之后不久,美国常驻联合国大使苏珊. |
18 | @রাস্ট্রদূতরাইস: #ত্রেইমসেহগণহত্যা'র প্রতিবেদন বিকট দুঃস্বপ্নের মতো - #ইউএনএসসি'র পদক্ষেপের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে চিত্রায়িত করে #সিরিয়া। | 赖斯(Susan Rice)出来谴责了这场屠杀: |
19 | “আমাদের জবাই করার সময় বিশ্ব তাকিয়ে দেখছে। | @AmbassadorRice:#TraymsehMassacre的新闻报导非常可怕──深刻地说明了#UNSC叙利亚处置方案的需求。 |
20 | আমরা ত্রেইমসেহ গণহত্যা ভুলবো না”, সিরিয়ার বিপ্লবের জন্যে ফেসবুক পৃষ্ঠাসমূহের ইউনিয়ন | “我们被屠杀的时候,世界注视着。 |
21 | নাফসাইলেন্স বিদ্রূপাত্মকভাবে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় সমঝোতা মন্ত্রণালয় সম্পর্কে তার পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন: | Traymseh屠杀,我们不会忘记”,图片来自Union of Facebook Pages for the Syrian Revolution |
22 | @নাফসাইলেন্স: উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে (আনানের কাছে বাশারের বড়াই করা) নতুন জাতীয় সমঝোতা মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের গণহত্যা এটাই প্রথম | NuffSilence挖苦地提醒读者们,别忘了刚设立的国家和解部门: @NuffSilence:重要的是去注意,这是在新设的国家和解部门(这也是巴沙尔向安南夸耀的机关)成立后的第一场屠杀 |
23 | অন্যদিকে সাফ'আ সানকারি এই বিয়োগান্তক ঘটনাগুলোর মাধ্যমে সিরীয়দের তাদের দেশের গ্রামাঞ্চলের ছোট্ট শহরগুলিকে আবিষ্কার করার একটি সাধারণ অনুভূতির প্রতিফলন ঘটিয়েছেন: | Safaa Sankar反应出普遍叙利亚人的感受,经由这些惨剧,叙利亚人才第一次知道乡下的这些小村镇: |
24 | @সাফ'আ সানকারি: আজ #সিরিয়া'র #ত্রেইমসেহগণহত্যা'য় ২০০ জনের বেশি নিহত হয়েছে; সিরিয়ার যে শহরগুলোর অস্তিত্ব আমি কখনো জানতাম না আমি এখন সেটা জানি এসব গণহত্যার কারণে | @SafaaSankari:超过二百人今天在#TraymsehMassacre #Syria遭到杀害;我从来都不知道叙利亚有这些城市,因为这些大屠杀,现在我知道了 |
25 | উগারিতি হোমসি গণহত্যার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিরীয় কর্তৃপক্ষের “দুষ্কৃতিকারীদের” গ্রেপ্তারের দাবি নিয়ে উপহাস করেছেন: | 于此同时,Ugariti Homsi嘲笑叙利亚当局,因为他们宣称在屠杀发生之后几小时就逮捕了“犯罪者”: |
26 | @উগারিতি_হোমসি: সিরিয়া রাষ্ট্রীয় টিভি: “#ত্রেইমসেহগণহত্যা সংঘটনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে” হায় আল্লাহ! | @Ugariti_Homsi:叙利亚国营电视台:“犯下#TraymsehMasscare的恐怖份子已经落网。” |
27 | এখনি আমার হার্ট অ্যাটাক হবে!! | 老天我现在要心脏病发了!! |
28 | #মিথ্যাবাদীরা | #Liars |
29 | এবং সবশেষে সামি আল-হামভি গণহত্যাটিকে নিন্দা করে দেশজুড়ে ভিন্ন একটি বিক্ষোভের ছবি ভাগাভাগি করেছেন: | 最后,Sami al-Hamwi分享了一张全国各地谴责这场屠杀的抗议活动的照片: |
30 | @হামাইকো: আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। | @HamaEcho:AJM播报了今晚五个不同地方,声援Treimseh的抗议活动的现场画面。 |
31 | #সিরিয়া | #Syria |
32 | আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। | AJM播报了今晚五个不同地方,声援Treimseh的抗议活动的现场画面。 |
33 | আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হামাইকো | 由推特用户@HamaEcho所上传。 |