# | ben | zhs |
---|
1 | জাপান: মানুষের দীর্ঘ আয়ু, টিভি অনুষ্ঠানেরও তাই | 日本:电视节目与人民同样长寿 |
2 | দীর্ঘ আয়ুর মানুষের জন্য জাপান বিখ্যাত, কিন্তু জনগোষ্ঠীর মতই তার টিভি অনুষ্ঠানের এক সমৃদ্ধ এবং লম্বা ইতিহাস রয়েছে। জাপানে এমন কিছু টিভি অনুষ্ঠান রয়েছে যেগুলো প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে টিভিতে প্রচারিত হয়ে আসছে। | 日本或许以人民长寿闻名,不过电视节目同样丰富而长寿,有些节目已播出超过半世纪,而且种类非常多元,举凡谈话性节目、新闻、体育、烹饪、音乐、动画皆入列,甚至还有一个关于皇室家族的节目,本文简介日本部分「长寿节目」,这些节目至少已播出十年,至多达50年。 |
3 | এখানে সবচেয়ে কৌতূহলী বিষয় হল এই অনুষ্ঠানের বৈচিত্র্যতা। | 富士电视台建筑物照片来Flickr用户kamoda |
4 | টক শো থেকে শুরু করে সংবাদ ও ক্রীড়া থেকে রান্না, সঙ্গীত, এনাইম (এনিমেশন বা কার্টুন ছবি) সহ সব ধরনের অনুষ্ঠান রয়েছে, এমনকি রাজকীয় পরিবারের উপরেও এক অনুষ্ঠান এদেশে লম্বা সময় ধরে প্রচারিত হয়ে আসছে। | |
5 | এই প্রবন্ধ জাপানের চোজু বাংগুমির (長寿番組) যার আক্ষরিক অর্থ, “লম্বা সময় ধরে চলতে থাকা অনুষ্ঠান”) উপর নজর প্রদান করছে। চোজুর অনুষ্ঠানের সংজ্ঞার মধ্যে যেমন রয়েছে ১০ বছরের তরুণ অনুষ্ঠান, তেমনি ৫০ বছরের পুরনো অনুষ্ঠানও রয়েছে। | Oricon这间公司时常进行议题热门程度民调,将「长寿节目」定义为播出十年以上的节目,在2009年10月的调查结果里,十大最受欢迎长寿节目名单相当多元: |
6 | ফুজি টেলিভিশন ভবনের দৃশ্য, ছবি ফ্লিকার ব্যবহারকারী কামাদোর। অরিকন, যারা জরিপের উপর ভিত্তি করে টিভি অনুষ্ঠানের জনপ্রিয়তার তালিকা তৈরি করে, তারা সেই সব চোজু অনুষ্ঠানকে নির্দিষ্ট করেছে, যেগুলো ১০ বছরের বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে। | 根据Oricon的「最爱长寿节目」民调结果,第一名是富士电视台的午间综艺节目「Waratte Iitomo」,自1982年播出至今,除了节目编排与明星来宾之外,众多受访者都赞美主持人「タモリ」(塔摩利)表现杰出,是他们喜爱节目的主因。 |
7 | ২০০৯ এর অক্টোবরে প্রকাশিত প্রশ্নমালার ভিত্তিতে সেরা দশ চোজু অনুষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে। অরিকন এর তৈরি করা প্রশ্নমালার ভিত্তিতে সেরা চোজু অনুষ্ঠানের তালিকায় “ওয়ারাত্তে ইতোমো” রয়েছে, যা ১৯৮২ সাল থেকে প্রচারিত হয়ে আসা ফুজি টিভির একটি বিচিত্রানুষ্ঠান (ভ্যারাইটি প্রোগ্রাম), সেটি প্রথম স্থান অধিকার করেছে। | 朝日电视台的「Music Station」 排名第三,现居崎玉县的三十多岁女性认为,「这是少数正统音乐节目」;现居长野县的三十多岁女性表示,「现场直播拥有独特的紧张氛围,而且能不时见到歌手 真实个性很有趣」。 |
8 | এর বাইরে এর কাঠামো /অনুষ্ঠান পরিচালনা বা এবং তারকাদের বেছে নেওয়া, উপস্থাপিকা (এমসি, মাস্টার অফ সেরিমনি) তামরিওর ক্ষেত্রে উপচে পড়া প্রতিক্রিয়া তালিকাভুক্ত করা, যার কারণে এই চোজু সবার সেরা চোজু অনুষ্ঠানের তালিকায় উঠে এসেছে। | |
9 | ফুজি টিভির “সাজায়েসান” এমন এক অনুষ্ঠান যে একটি আদর্শ কার্টুন শো হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই অনুষ্ঠানটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। | 这个节目因特殊风格而获许多人支持,自开播以来便一直是音乐节目,制作非常认真,且今日少有音乐节目是现场直播。 |
10 | নিপ্পন টিভির “শোটেন” চার নম্বরে রয়েছে। উভয় অনুষ্ঠান রোববার সন্ধ্যায় নিয়মিত প্রচারিত হয়ে থাকে, যা এমন অনুষ্ঠানের জনপ্রিয়তাকে নির্দেশ করে, যেগুলো পরিবারের সবাই একসাথে বসে নিরাপদে দেখতে পারে। | 第二名是富士电视台动画节目「サザエさん」,第四名是日本电视台节目「笑点」,两者都固定在星期日晚间播出,显示这些节目能够合家观赏,十多岁的崎玉县女性表示,「这些节目是家庭相聚象征」。 |
11 | সাতিয়ামা থেকে এক কিশোরীর প্রতিক্রিয়া, এই সব অনুষ্ঠানকে সংক্ষেপে বর্ণনা করছে, “এ সব অনুষ্ঠান পরিবারের সবার একসাথে সময় কাটানোর প্রতীক”। এই পরিকল্পনার তৈরিকারী শুউজি নাকামুরা বলেন, লম্বা সময় ধরে চলা এই এনাইম সাজায়েসান জাপানের রাষ্ট্রীয় অর্থনীতির এক প্রতিচ্ছবি: | 「サザエさん」于1969年10月5日在日本初次播出,至今已届满41周年,今日黄金时段节目收视率已鲜少达到20%,这部卡通却能长期维持平均20%的表现,不仅在卡通方面很稀有,更因此成为全国象征,国民全都认识其中人物。 |
12 | বলা হয়ে থাকে রেটিং বা মান অর্জনের বিষয়টি জাপানের অর্থনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত, কারণ এই অনুষ্ঠান প্রচারিত হয় রোববার সন্ধ্যা ৬. ৩০ মিনিটে। | 有些人认为这个节目的收视率与日本经济环境相关,因为播出时间是星期日晚间六点半,当景气良好时,许多家庭这个时段都在外用餐或从事休闲活动,故节目收视率下滑;反之在经济不景气时,许多家庭都待在家里吃晚饭,一同收看节目,连带提升收视率。 |
13 | বিকাশমান এক অর্থনীতিতে এর মান অর্জনের পরিমাণ কমতে থাকে, কারণ অনেক পরিবার তখন রাতের খাবার খেতে বাইরে যায় অথবা বিনোদনমূলক কাজের জন্য রোববার সন্ধ্যা ছয়টায় বাইরে থাকে। তবে অর্থনৈতিক মন্দার সময় এর মান বাড়তে থাকে, কারণ তখন বেশিরভাগ পরিবার রোববার ঘরে থাকে এবং সন্ধ্যায় পারিবারিকভাবে একসাথে খেতে বসে “সাজায়েসান” অনুষ্ঠানটি দেখে। | 为了对比,笔者寻找在电视文化历史最悠久的美国,有哪些长寿节目,NBC电视台的周日晨间政治谈话性节目「Meet the Press」于1947年开播居冠,「CBS晚间新闻」居次,NBC晨间新闻节目「Today」次之,CBS日间戏剧节目「Guiding Light」再次之。 |
14 | তুলনা করার জন্য আমি যুক্তরাষ্ট্রে লম্বা সময় ধরে চলা টিভি অনুষ্ঠানের দিকে লক্ষ্য করেছি, যেগুলো বিশ্বে সবচেয়ে লম্বা সময় ধরে চলা অনুষ্ঠানের পথ প্রদর্শক। এক্ষেত্রে এনবিসি টেলিভিশনের “মিট দ্যা প্রেস” তা হতে পারে। | 在日本长寿节目表里,特别之处在于NHK(日本放送协会)节目居多,在播出逾50年的类别里尤是,种类同样相当多元,包括歌唱竞赛节目のど自慢(类似于American Idol)、红白歌唱大赛等,也有类似于美国长寿节目名单里的新闻节目。 |
15 | এটি রোববার সকালে প্রচারিত হওয়া একটি টক শো, যার যাত্রা শুরু হয় ১৯৪৭ সালে। | 美国公共电视PBS的节目却几乎挤不进前十名。 |
16 | এর পরেই রয়েছে, “সিবিএস ইভিনিং নিউজ” ও এনবিসি চ্যানেলের সকালে প্রচারিত খবর ভিত্তিক অনুষ্ঠান “টুডে”। | 针对日本Oshiete! |
17 | চার নম্বরে রয়েছে সিবিএস এর দিনের বেলায় প্রচারিত নাটক “গাইডিং লাইট”। | Goo讨论区175万名用户进行的调查中,许多人都将长寿节目放在第一名。 |
18 | জাপানের চোজু অনুষ্ঠানের তালিকার ক্ষেত্রে যা বের হয়ে এসেছে তা হল এ ধরনের অনুষ্ঠান নির্মাণে এনএচইকে-এর (জাপানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম) প্রাধান্য রয়েছে বিশেষ করে, যখন আপনি অনুষ্ঠানগুলোর দিকে তাকাবেন, দেখবেন ইতিহাসে সেগুলো অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে প্রচারিত হয়ে আসছে। | |
19 | বিস্তৃত অনুষ্ঠানের তালিকা এখানে তাদের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে গানের প্রতিযোগিতা “নডোজিমান” রয়েছে (=এই অনুষ্ঠানটিকে আমেরিকান আইডলের জাপানী সংস্করণ বলা যায়) এবং কোহাকু উটা গাসেন (= একটি বার্ষিক সঙ্গীত অনুষ্ঠান) এবং বেশ কিছু অল্প সংখ্যক খবরের অনুষ্ঠান, যেমনটা আমেরিকার তালিকায় রয়েছে। | |
20 | পিবিএস যা যুক্তরাষ্ট্রের সরকারি প্রচার মাধ্যমের মত এক কোম্পানী যা তাদের দেশের প্রেক্ষাপটে এই শিল্পের অগ্রপথিক, তাদের কোন অনুষ্ঠান খুব কমই সে দেশের সেরা দশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। | |
21 | ১. ৭৫ মিলিয়ন বা ১৭. ৫ লক্ষ লোকের ব্যবহার করা জাপানী বার্তা প্রদান পাতা (মেসেজ বোর্ড) যাকে “ওশিহিতে! | 不知「感觉良好」是不是长寿节目的秘密? |
22 | গোও” নামে অভিহিত করা হয়, সেখানে সেরা অনুষ্ঠানের তালিকা করার জন্য আহ্বান জানান হয়। | 里面充满温暖人心的故事,对许多人而言,他们打从有记忆开始,便一直收看这部卡通至今。 |
23 | এদের অনেকেই একটি চোজু অনুষ্ঠানকে তাদের সেরা অনুষ্ঠানের তালিকায় লিপিবদ্ধ করেছে। | 各位喜欢何种节目? |
24 | সাজায়ে-সানের একটি পর্ব দেখার পর ব্লগার জাকিয়ামা ইয়ুমেকো অনুষ্ঠানের রূপরেখার ব্যাখ্যা দিচ্ছে ও বিবেচনা করছে: | |
25 | আমি বিস্মিত এ কারণে যে, কেবল “ভালো লাগার” একটি পরিবেশ চোজু অনুষ্ঠানের সফলতার রহস্য? | 是否会收看父母或祖父母喜爱的节目? |
26 | বেশিরভাগ মানুষের জন্য হৃদয় উষ্ণ করা অনেক অনুষ্ঠান রয়েছে। | 还是觉得这种节目无聊又落伍? |
27 | আমি মনে করি, বেশিরভাগ লোকে যদি জীবন শুরুর যতদুর পর্যন্ত স্মরণ করতে পারে, তা হলে তারা দেখবে, তখন থেকে তারা সাজায়ে-সান অনুষ্ঠানটি দেখে আসছে। | |
28 | আপনি কি ধরনের অনুষ্ঠান পছন্দ করেন? | 这些长寿节目在二十年后还会存在吗? |
29 | আপনি কি আপনার পিতামাতা বা দাদা ও দাদির সাথে বসে অনুষ্ঠান দেখতে মজা পান, নাকি তারা পুরনো ধাঁচের মানুষ এবং বিরক্তিকর? | |
30 | আপনি কি মনে করেন যে সমস্ত অনুষ্ঠান ইতিহাসে কয়েক দশক ধরে চলছে, এখন থেকে আরো ২০ বছর পরে কি তাদের দেখা যাবে? | 校对:Soup |