# | ben | zhs |
---|
1 | জাপান: ব্রিটিশ কিশোরী ইউটিউবের তারকায় পরিণত হয়েছে | 日本:英国青少女成为网络明星 |
2 | সে একজন ব্রিটিশ, উজ্জ্বল চুলবিশিষ্ট, পাতলা গড়ন আর সুন্দর। তার নাম বেকি ক্রুয়েল আর মাত্র ১৪ বছর বয়সে, জাপানী ওয়েব জগৎ সে এক আইডল (প্রতিমূর্তি) এ পরিণত হয়েছে। | 她来自英国、金发、纤瘦又可爱,现年14岁,名叫Beckii Cruel,目前是日本网络圈的偶像。 |
3 | বেকি ক্রুয়েল জনপ্রিয় হওয়া শুরু করে এই বছরের শেষের দিকে ইউটিউবে দেয়া কিছু ভিডিও এর কারনে যেখানে তাকে তার কামরায় নাঁচতে দেখা যায়। | Beckii在今年下半年逐渐打开知名度,全都归功于几段YouTube上的影片,其中拍摄她在房间里跳舞,背景音乐则是日本动画歌曲,吸引许多动漫忠实读者与观众。 |
4 | তিনি নাচেন এনাইম (জাপানী কার্টুন) গানের সুরে, যার ফলে এনাইম আর মাঙ্গার অবিচ্ছেদ্য অনুরাগীরা তার প্রতি আকৃষ্ট হয়। ইন্টারনেটে প্রসিদ্ধ হওয়ার পরে ব্যবহারকারী xBextahx (এক্সবেক্সটাক্স) হিসাবে, তাকে আকিহাবারাতে নাঁচার জন্য আমন্ত্রণ করা হয়। | 她因为YouTube帐号xBextahx而成为网络名人,进而获邀至日本秋叶原表演,秋叶原位于东京东部,向来以「御宅族文化」闻名。 |
5 | এটি পূর্ব টোকিওর একটি জেলা যেটি ওতাকু সংস্কৃতির জন্য ব্যাপক প্রসিদ্ধ। | bluecafe09k48为我们整理Beckii的资料: |
6 | ব্লুকাফে০৯কে৪৮ বেকি সম্পর্কে আমাদের জানাচ্ছেন। | 她是位居住在英国曼岛的14岁漂亮女孩。 |
7 | এই মার্চ মাসে, বেকি ক্রুয়েল ইউটিউবে নিজের ভিডিও প্রকাশ করে যেখানে সে এনাইম গানের সুরে নাচ করছে। [জাপানি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট] নিকো নিকো দোগাতে মে মাসে ডাঞ্জো ((男女) ছেলে আর মেয়ে) ভিডিও (নীচে দ্রষ্টব্য) প্রকাশ হবার পর তার জনপ্রিয়তার বিস্ফোরণ ঘটে। | 三年前读过《Fruits Basket》这部漫画后,便对御宅族文化深深着迷,故今年三月时,她在YouTube网站上张贴自己跟着日本动画歌曲起舞的画面。 |
8 | বেকি ক্রুয়েলের জনপ্রিয়তা অবশ্যই শুধু জাপানী একটা ব্যাপার, যা এই বাস্তবতা থেকে বোঝা গিয়েছে যে উকিপিডিয়াতে তার এন্ট্রি কেবলমাত্র জাপানী ভাষায় রয়েছে। | 后来Danjo这段画面于五月转载至日本影片分享网站Niko Niko Doga,让她的人气大增。 |
9 | তবে তার কথা ছড়িয়ে পড়েছে সেই সব বিদেশীদের মধ্যেও যারা আকিহাবারা আর ওতাকু সংস্কৃতির একনিষ্ঠ ভক্ত। | 她自行上传的影片 |
10 | উদাহরণ স্বরূপ, এনাইমভাইস. কমের গডলেন ব্রিটিশ আইডলের এই জনপ্রিয়তা নিয়ে হিংসা মেশানো মন্তব্য করেছেন। | 她的知名度肯定是种日本特殊现象,例如有关她的维基百科条目只有日文版,不过在热爱秋叶原与御宅族文化的外国人之间,许多人也藉口耳相传得知这位女孩。 |
11 | বেকি ক্রুয়েল, ওহ যদি আমি তার মত হতাম, কারণ ওতাকু বিশ্বে সে হচ্ছে যেন এক সিন্ডারেলার রূপকথার গল্প। | 例如GodLen在Animevice. com网站以嘲讽及嫉妒语言评论此事: |
12 | ইংল্যান্ডের ১৪ বছরের এই মেয়ে জাপানের মো-ভালবাসে এমন ওতাকুপ্রেমীদের হৃদয় জয় করেছে এনাইম আর জাপানী পপ গানের সাথে নাচ করা ভিডিও ইউটিউবে পোস্ট করে। গতকাল, তার সুযোগ হয়েছিল আকিহাবারার এন্তা মাতসুরিতে ৬০০ ভক্তের সামনে নাচ করার; বিস্ময়কর, আর এইসব একটা ইউটিউব ভিডিও দিয়ে শুরু হয়েছে। | 我真希望自己能成为Beckii Cruel,她的故事在御宅族世界中犹如灰姑娘,这位14岁的英国女孩深获日本萌文化御 宅族喜爱,因为她上传自己跟着日本动画及流行歌曲起舞的画面,她昨天有机会在秋叶原Enta Matsuri的600位支持者面前表演,真是太神奇了,一切都源自于一段YouTube影片,现在她即将在日本推出DVD(目前预购中),主要就是让她 在举手投足间展现萌的气质。 |
13 | এখন জাপানে তার একটা ডিভিডি বের হচ্ছে (যেটা আপনি আগে থেকে অর্ডার দিতে পারবেন) যেখানে তার নাচ আর পুরোপুরি মো হওয়া দেখাবে। | Sankei新闻在秋叶原Enta节访问Beckii Cruel |
14 | বেকি ক্রুয়েলকে সম্প্রতি ক্যান্ডি আর মিষ্টি প্রস্তুতকারী লোট্টে বাছাই করেছে অন্যান্য বিখ্যাত ব্যক্তির সাথে ফিটস নাচের প্রতিযোগিতা প্রচারের জন্য। | 知名糖果商乐天最近邀请Beckii Cruel与其他名人一同代言Fit's舞蹈大赛,并首次于10月25日在秋叶原Enta节现场演出(表演部分照片请见此)。 |
15 | বেকি এ উপলক্ষ্যে আকিহাবারা এন্তা উৎসবে গত ২৫শে অক্টোবর জীবনে প্রথম জনসমক্ষে নাচ করল [এখানে অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে]। | 校对:Soup |