# | ben | zhs |
---|
1 | হাইতি: শরণার্থী নারী আর মেয়ে শিশুরা যৌন হয়রানির শিকার | 海地:流离妇孺遭受性别暴力 |
2 | হাইতির ভয়ঙ্কর ভূমিকম্পের পরে, নারী আর মেয়ে শিশুরা এখনো যৌন অত্যাচারের সম্মুখীন হচ্ছে। | 在海地强震之后,妇女与女孩仍遭受性别暴力,除了有强暴事件,更得面对司法制度不全、医疗照顾不佳的处境。 |
3 | তাদের কেউ কেউ কেবলমাত্র ধর্ষণের শিকার হচ্ছে না, তার পরে অনুপস্থিত বিচার ব্যবস্থা আর অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার মুখোমুখি হচ্ছে। | 帐蓬城市照片来自Edyta Materka,依据创用CC授权使用 |
4 | তাবুর শহর by এডিটা মাতের্কা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | 在Ms. |
5 | মিস ম্যাগাজিন ব্লগে, গত ফেব্রুয়ারীতে জিনা ইউলিস লিখেছেন যে হাইতির শরণার্থী ক্যাম্পে নারীদের জন্য ধর্ষণ দৈনন্দিন জীবনের অংশ। | |
6 | এই রিপোর্টে তিনি যৌন নিপীড়নের ভয়ঙ্কর পরিসংখ্যান দিতে গিয়ে হাইতির বিচার আর গণতন্ত্র ইন্সটিটিউটের (আইজেডিএইচ) এর কথা বলেছেন আর মাদ্রের অভ্যন্তরীণ শরণার্থী মানুষের ক্যাম্পে (আইডিপি) ধর্ষণের উপরে রিপোর্ট এর কথা উল্লেখ করেছেন। | |
7 | অনেক নারী আর মেয়ে শিশুরা তাদের সমর্থনের বলয় হারিয়েছে আর তার সাথে বাবা, ভাই আর স্বামী বা ছেলেবন্ধুদের যারা তাদের রক্ষা করতে পারতো। | |
8 | তাই ক্যাম্পের ভিড়ের মধ্যে থাকার সময়ে তাদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হচ্ছে, অনেককে খোলা জায়গায় গোসল করতে হচ্ছে আর অচেনা লোকের পাশে শুতে হচ্ছে বা এমন স্থানে ঘুমাতে হচ্ছে যেখানে আক্রমণের সম্ভাবনা আছে। | Magazine Blog上,Gina Ulysse撰文提到「强暴是海地难民营女性家常便饭」,援引「海地司法与民主研究所」(IJDH)及Madre组织对国内难民营的「强暴报告」,用数据证明性别暴力的可怕现象。 |
9 | একবার আক্রমণ হলে, যা অনেক ক্ষেত্রে দলীয় ধর্ষণ হয়ে থাকে, তাদের আরো বিভীষিকার মধ্য দিয়ে যেতে হয়: বেশীর ভাগের চিকিৎসা সেবা পাওয়ার সুবিধা থাকে না এবং বিচার ব্যবস্থা প্রায় অনুপস্থিত, যার ফলে পুলিশের দুর্নীতির সম্মুখীন তারা হয় আর কর্তৃপক্ষের কাছ থেকে আবার শিকারের পরিণত হয় আক্রমণ হওয়ার ঘটনা আর যারা আক্রমণ করেছে তারা ঘুরে বেড়াচ্ছে এটা জানা সত্ত্বেও। উলিসে লিখেছেন: | 许多女性在灾后失去亲友,也失去原本可能保护他们的父亲、兄弟、丈夫或男友,栖身在拥挤的难民营一角,确实让隐私受损,许多人得公开洗澡、 在陌生人身边入睡,或是居住地点很容易受到攻击,许多案例中,女性都是遭到轮暴,且之后还有更多苦难,多数人无法获得女性医疗人员协助,司法制度也几乎荡 然无存,不仅得与贪污警察打交道、会受政府二度伤害、在社会上背负污名,凶手更逍遥法外,Gina Ulysse写道: |
10 | বিচার পাওয়া নারীদের জন্য আরো অসম্ভব। যেসব নারী ধর্ষণের খবর জানিয়েছেন- আর এরই মধ্যে ঘৃণা আর যৌন হয়রানির মানসিক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন- প্রায় ক্ষেত্রেই পুলিশ তাদের মজা করে বা অবহেলা করে। | 女性向司法求援的结果更糟,她们若通报强暴案件,已经得忍受社会污名及受暴后的心理创伤,又常遭到警方奚落或置之不理,有时候还 得贿赂警员,且司法单位亦未处理这些案件,幸存者依然处境堪虑,因为她们仍旧生活在同一地区,强暴犯也仍旧在逃,多位女性表示,她们在震灾后已多次遭到强 暴。 |
11 | কিছু ক্ষেত্রে, এইসব নারীকে পুলিশের দুর্নীতির শিকারও হতে হয়। তাছাড়া হাইতির বিচার ব্যবস্থা এমন কেসের বিচার করেও নি। | IJDH、「医疗夥伴」、「新媒体倡议计划」几个月前共同制作一段画面,让受害者说出自身经历,影片由Sandy Berkowitz拍摄、Harriet Hirshorn编辑。 |
12 | যারা বেঁচে আছেন তারা ভয়ে থাকেন কারণ তাদেরকে ক্যাম্পে এমন এলাকায় থাকতে হয় যেখানে তাদের আক্রমণ করা হয়েছিল আর ধর্ষণকারী ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকজন নারী জানিয়েছেন যে ভূমিকম্পের পরে তাদেরকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে। | 尽管女性努力试图回归正常生活,但情况却很难改善,因为这些临时难民营可能会成为永久住处,今年元月,CARE USA访问Franck Geneus医师,他在海地负责该组织的医疗计划,影片中询问他,为何这些难民营里,强暴案件如此容易发生,他提到几项原因:电力供应不足让难民营在夜间一片漆黑、难民营管理运作不良、男女卫浴设施未分开等。 |
13 | স্বাস্থ্য আর নতুন মিডিয়া প্রোগ্রামে সহযোগী আইজেডিএইচ এইসব মানুষের স্বীকারোক্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল। | CARE组织性别顾问Janet Meyers亦在今年二月提出建议,说明要如何让灾后难民营对女性更安全,提及诸多相同现象,不知道这些问题还有多少尚未解决,随着这些临时避难所将变成永久设施,不知是否会导致更多暴力案件发生。 |
14 | এটি রেকর্ড করেন স্যান্ডি বেরকোভিটজ আর হ্যারিয়েট হিরশোর্ন এটার সম্পাদনা করেন। | 校对:Soup |
15 | নারীরা যদিও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য সংগ্রাম করেন, তাদের পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা কম যেহেতু অল্প দিনের এই ক্যাম্প দীর্ঘদিনের বাসস্থানে পরিণত হচ্ছে। | |
16 | গত জানুয়ারীতে, কেয়ার আমেরিকা সাক্ষাৎকার নিয়েছিল ড: ফ্রাঙ্ক জিনাসের, যিনি হাইতিতে কেয়ারের স্বাস্থ্য প্রোগ্রাম সমন্বয় করেন আর তাকে জিজ্ঞাসা করা হয় কেন এইসব ক্যাম্পে ধর্ষণের সম্ভাবনা বেশী। | |
17 | তিনি জানান কি কি কারনে শরণার্থী ক্যাম্প এই ধরনের আক্রমণের উর্বর ভূমি হিসাবে পরিণত হয়: বিদ্যুতের অভাব যার ফলে এইসব ক্যাম্প রাত্রে একেবারে অন্ধকার হয়ে যায়। | |
18 | এছাড়াও রয়েছে খারাপভাবে ভাগ করা ক্যাম্প এবং ল্যাট্রিন ও গোসলের ব্যবস্থা নারী ও পুরুষের জন্যে আলাদা না করা যার ফলে তাদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। | |
19 | গত ফেব্রুয়ারীতে কেয়ারের জেন্ডার পরামর্শক জ্যানেট মায়ার্স তার নিজের মত দিয়েছিলেন যে ভূমিকম্পের পরে নারীদের নিরাপদে রাখার জন্য এই ক্যাম্পগুলো কিভাবে স্থাপন করা উচিত, অনেকটা একই ধরণের বিষয় দেখিয়ে। | |
20 | আমি ভাবছি এইসব বিষয়ের মধ্যে কতগুলো এখনো ঠিক হয়নি, যখন এই ক্যাম্পগুলো স্থায়ী বাসস্থানে পরিণত হচ্ছে, এবং এর ফলে তাদের প্রতি আরও নিপীড়নের পথ খুলে যাবে। | |