Sentence alignment for gv-ben-20090907-5978.xml (html) - gv-zhs-20090902-3630.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র: মানব পাচার প্রতিরোধ কর্মকাণ্ড
2মানব পাচার যুক্তরাষ্ট্রে এমন এক সমস্যা, যাকে চিহ্নিত করা যায় না, কারণ যারা এর শিকার, তাদের জনসাধারণের সামনে থেকে সরিয়ে ফেলা হয়।
3যারা এর শিকার হয় তারা অবৈধ এক ধরনের দাসত্ব বৃত্তির শিকার হয়, যা প্রায়শ:ই সোয়েটশপ শ্রমিক (যে সমস্ত শ্রমিক নামমাত্র মজুরিতে কাজ করে, যেমন শিশু বা অভিবাসী শ্রমিক) বা কিংবা যৌন কর্মে নিয়োজিত করা হয়।
4এই সমস্ত পাচারের শিকার সংখ্যালঘু ব্যক্তিদের সংগঠিত এক অপরাধী দল আমেরিকায় নিয়ে আসে।
5স্টপ চাইল্ড ট্রাফিকিং নাউ নামের সংগঠন হিসেব করে দেখিয়েছ সারা বছর প্রায় ২.
6৫ মিলিয়ন শিশু যৌন বাণিজ্যের উদ্দেশ্য বিক্রি হয়। এদের বেশীর ভাগই মেয়ে।美国:反人口贩运行动
7পাচারের শিকার শিশুটির বয়স চার থেকে পাঁচ বছর হতে পারে।
8এই শিশুদের প্রায়শ:ই তাদের বাসা থেকে অপহরণ করা হয়।
9এরপর তারা আর কোন দিন তাদের ঘরে ফিরে যেতে পারে না।
10মানবাধিকার সংস্থা ও আলাদা ব্যক্তি স্থানীয় সম্প্রদায়কে এই বিষয়ে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে।
11এর সাথে তারা আমেরিকায় মানব পাচারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।
12যারা এ ধরনের পাচারের শিকার, তাদের এই পাচার কারী চক্রের হাত থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে।
13লস এঞ্জেলসে ঐক্য বদ্ধ প্রতিবাদ, সৌজন্যে একলু. সোকাল এবং ছবিটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর আওতায় প্রকাশ করা হয়েছে।人口贩运在美国常未受社会重视,因为受害者并不常出现在公众面前,他们常在胁迫之下从事各种非法工作,例如血汗工厂劳工、卖淫等,这些受害者通常未成年,由犯罪集团运进美国。
14ব্লগার এবং মানব পাচার প্রতিরোধ কর্মী আমান্ডা ক্লোয়ের সম্প্রতি এক ব্লগ প্রকাশ করেন, যার শিরোনাম, “কে ছোট্ট কালো মেয়েটিকে চুরি করেছে? তিনি আমেরিকায়, আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে শিশু অপহরণ সমস্যা নিয়ে লেখেন।「即刻终止儿童贩运」(Stop Child Trafficking Now)组织估计,每年超过250万名孩童被迫卖入性产业,其中多数为女孩,受害年龄最低可能只有四至五岁,通常都是在住家遭绑架后,从此失去音讯,人权 团体除了努力教育民众、尽力对抗美国人口贩运问题,亦协助贩运过程中的受害者。
15প্রতি বছর আমেরিকায় প্রায় ৮০০,০০০ টি শিশু হারিয়ে যাবার ঘটনা রিপোর্ট করা হয়।
16এর মধ্যে প্রায় ৩৩ শতাংশ শিশু আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের।
17গত বছর নিউ ইয়র্কে শিশু হারিয়ে যাওয়ার যে সব রিপোর্ট করা হয়, তাতে দেখা যাচ্ছে, হারিয়ে যাওয়া শিশুর অর্ধেকই কালো এবং এদের মধ্যে শতকরা ৬০ ভাগ মেয়ে শিশু।
18এদের কেউ সাড়ে সতের বছরের নয়, এদের বেশীর ভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর।
19অন্য শহর যেমন আটলান্টা, ওয়াশিংটন ডিসি, শিকাগো, এবং লস এঞ্জেলসে বিপুল সংখ্যায় আফ্রিকান- আমেরিকান বাস করে।
20এই সমস্ত এলাকাতেও বড় আকারে নিগ্রো তরুণী অপহরণের শিকার হয় অথবা “পালিয়ে যায়”। কিন্তু এই সমস্ত মেয়েদের ভাগ্যে কি ঘটে?洛杉矶地区抗议照片来自Flickr用户aclu.socal,依据创用CC授权使用
21নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাতাসে মিলিয়ে যায় না। তারা হারিয়ে যায়, বলা যায় বেশ্যার দালালের পকেটে হারায়।反人口贩运份子Amanda Kloer在名为「谁窃走黑人小女孩?」
22এই সব মেয়েরা পাচারের শিকার হয়ে যায়। তারা যৌন বাণিজ্যের শিকার হয়।的近期文章中,提及美国非裔社区的儿童绑架现象:
23তাদের অনেকে রাস্তায় দালালদের খপ্পরে পড়ে এবং রাস্তার পতিতায় পরিণত হতে বাধ্য হয়।
24অন্যরা নগ্ন নাচের ক্লাবে নাচতে বাধ্য হয় অথবা পর্ণ ছবিতে অভিনয় করতে বাধ্য হয়।
25অনেকে ক্রেইগলিষ্ট বা ইন্টারনেটে বিনে পয়সায় বিজ্ঞাপন দেওয়ার সাইটে নাম লেখায়, কেউ এসকর্ট এজেন্সি বা সহচরী সরবরাহকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং ইন্টারনেটের কোন এক কোণায় নিজেদের বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়।
26তারা আসলে মানব পাচারের শিকার, যেমন ভিয়েতনামী মেয়েরা থাইল্যান্ডের পতিতালয়ে বিক্রি হয়ে যায় অথবা যেমন করে গুয়েতেমালার মেয়েরা এল পাসোতে গিয়ে বাস করতে বাধ্য হয়।
27আমেরিকার রাষ্ট্রীয় মুখপাত্র লূইস সি ডেবাকা যিনি তার অফিস মনিটর এন্ড কমব্যাট ইন পার্সন বা ব্যক্তি পাচার পর্যবেক্ষণ এবং তার বিরুদ্ধে অভিযান-নিয়ে নিজে ব্লগ করেন। সেখানে তিনি, আমেরিকার শিশুরা যে সমস্ত বিপদের মুখোমুখি হচ্ছে তার কথা লিখেছেন।美国各地每年约有80万名儿童失踪,其中33%为非裔人士,纽约市去年半数失踪儿童为黑人、60%为女童,他们可不是17岁半的 未成年孩子,多数失踪女童介于13岁至15岁之间,其他非裔美人人口多的都会区也有许多黑人女孩遭到绑架或掳走,例如亚特兰大、华盛顿特区、芝加哥、洛杉矶等,这些女孩下落何处?
28তিনি সম্প্রতি এক প্রশিক্ষণের আয়োজন করেন।难不成都消失在空气中吗?
29এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল শিশুদের সাথে যারা কাজ করে, সেই রকম কিছু পেশাদার কর্মী, যেমন শিক্ষকরা।
30যারা তরুণ তরুণীদের সাথে কাজ করে, তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। সে সমস্ত বিষয় তাদের ছাত্রছাত্রীদের জন্য হুমকি স্বরূপ, সে সব বিষয়ে সতর্ক থাকা উচিত।他们其实落入皮条客的口袋里,这些女孩最后成为性产业人口贩运的受害者,有些人在街道上遇到皮条客,受骗或被迫成为阻街女郎,也 有人沦为脱衣舞女郎或色情片演员,也有人成为Craiglist的广告、伴游网站及出现在网络其他角落。
31ধারাবাহিকভাবে প্রযুক্তির উৎকর্ষ লাভ মানব পাচারের এক উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
32যেখানে ইন্টারনেট ফোরাম, এপার্টমেন্ট বা আসবাবপত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেখানে একই ইন্টারনেট পতিতাবৃত্তিতে সহযোগীতা করছে।
33কাউকে পতিতা বানানোর ক্ষেত্রে অপরাধীরা চ্যাটরুম, মেসেজবোর্ড এবং বিশেষ ওয়েবসাইট ব্যবহার করছে।
34অপরাধীরা অপেক্ষায় থাকে, এসব জায়গার কোথায় এমন শিকার পাওয়া যাবে, যারা অনেক নাজুক অবস্থায় রয়েছে।
35সবচেয়ে নাজুক মেয়ে বা ছেলেটি এদের শিকার।这些受害者就像在泰国妓院里的越南女子,或是困在美国德州的危地马拉女孩。
36এই ধরনের অপরাধীদের হুমকির মুখে সেই সমস্ত কিশোর কিশোরী পড়ে যায়, যাদের ছুঁড়ে ফেলা হয়েছে বলে বিবেচনা করা হয়, অথবা যারা বাবা-মার সম্পর্কের জটিলতায় বাড়ি থেকে পালাতে যায়, তারাই দালালের খপ্পরে পড়ে।
37এই সমস্ত দালালেরা, তাদের ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে। কিন্তু তাদের এমন এক পৃথিবীতে ফলে দেয় যেখানে নিষ্ঠুরতা আর অত্যাচার ছাড়া কিছুই নেই।美国国务院大使Luis C deBaca建立「人口贩运监督及打击」博客,其中提到美国年轻人所面临的危险,他最近开始训练教师等需要与孩童接触的专业人士:
38ডেবাকা এছাড়াও তার ব্লগে বেশ কিছু আন্তর্জাতিক অফিসের তালিকা উল্লেখ করেছেন, যেখানে কেউ মানব পাচারের ঘটনা বা সন্দেহজনক বিষয়ে রিপোর্ট করতে পারবে।
39নির্দিষ্ট গ্লোবাল বা বেসরকারী আন্তর্জাতিক এনজিও অথবা সরকারী অংশীদারদের কাছে এই বিষয়ে রিপোর্ট করতে হবে। সচেতনতা বৃদ্ধি করার জন্য, কিছু ব্যক্তি আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর বিরুদ্ধে লড়াই করা শুরু করেছেন, যেমন তথ্য চিত্র নির্মাতা টারা হার্লে।所有与年轻人往来的人员,都应该要瞭解学生所面对的威胁,科技逐渐成为人口贩运工具,网络论坛不再只是用来交换公寓或家具,也用 来安排召妓,加害人使用聊天室、留言板与专业网站,取得如何找到年轻受害者的资讯,其中最脆弱者多为逃离破碎家庭的女孩,她们容易在皮条客假意的关爱及安 全感诱惑下受骗,却被推入残酷与暴力的世界。
40তিনি রোড আইল্যান্ডে বাস করেন। সেখান থেকে তার ব্লগের মাধ্যমে এর বিরুদ্ধে দারুণ ভাবে যুক্ত হয়েছেন।大使也在博客中列出许多国际机构名单,可接受人们通报人口贩运疑似案件,转呈给全球相关政府与非政府组织处理。
41তিনি তার মতামতে জানাচ্ছেন আইনকে আরো কার্যকারী করতে কি কি যোগ করা উচিত, তিনি লিখেছেন। আমি এই আইনের সপক্ষে রয়েছি।为提高公民意识,部分民众希望采取立法途径,例如记录片导演Tara Hurley深入瞭解美国罗德岛州情况,她也建议如何让相关法律更具效力:
42আমি আশা করি যে সিনেটর পেরির এই আইন কংগ্রেস ও সিনেটে পূর্ণ সমর্থন লাভ করবে। আমি মনে করি এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রশিক্ষণ প্রদান।我支持这项法案,我希望Perry参议员的法案能获得参众两院的支持,法案最重要部分是训练功能,若警方未经适当训练,如何能发现受害者?
43ঠিকমতো প্রশিক্ষণ ছাড়া কি ভাবে আমরা আশা করব, পুলিশ ঘটনার শিকারকে চিহ্নিত করতে পারবে?我们必须制定处理受害者的标准,把受害者当成受害者对待,他们不是罪犯。
44আমাদের অবশ্যই একটা আদর্শ তৈরি করা উচিত, আমরা এই ঘটনার শিকার ব্যক্তিটির সাথে কি রকম আচরণ করবো।她也不赞成某些媒体的作为,不应该使用某些词汇,并提到最近一位16岁受害者的故事:
45আমাদের ঘটনার শিকার ব্যক্তিটির সাথে এমন আচরণ করা উচিত, যেন সে এক দুর্ঘটনার শিকার, কোন অপরাধী নয়।
46ভদ্রমহিলা কিছু প্রচার মাধ্যমের সাথে ভিন্ন মত পোষণ করেন এবং তারা এই পরিস্থিতি ব্যাখ্যায় যে শব্দ ব্যবহার করে সে গুলোতেও আপত্তি জানিয়েছেন এবং কিছুদিন আগে ঘটে যাওয়া ১৬ বছরের এক কিশোরী যে মানব পাচারের শিকার তার ঘটনায় তিনি নির্দেশ করেন:
47আমি যা বুঝতে পারি না কেন তারা (মিডিয়া) কখনই মানব পাচার শব্দটি ব্যবহার করে না?我不明白为何媒体从不使用「人口贩运」一词?
48বছরের পর বছর প্রচার মাধ্যম হন্যে হয়ে বলেছে পতিতা আইনে পরিবর্তন আনা দরকার কারণ এশিয়ার ম্যাসেজ পার্লার বা শরীর দলাই করার এলাকায় মানব পাচার হয়, কিন্তু এখন যখন সত্যিকারের মানব পাচারের শিকার একটি ঘটনা আবিষ্কার হয়েছে তখন উক্ত মেয়েটিকে তারা মানব পাচারের শিকার না বলে ঘর পালানো বলে উল্লেখ করেছে?!?!
49যেমনটা পূর্বে উল্লেখ করা হয়েছে সারা দেশে এর বাইরেও অনেক সম্প্রদায় ও মাঠপর্যায়ের সংগঠন রয়েছে যেমন স্টপ চাইল্ড ট্রাফিকিং নাও -এর মতো প্রতিষ্ঠান যারা সিটিজেন মিডিয়া ব্যবহার করছে, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য, শব্দ ছড়িয়ে দেওয়া দিচ্ছে।
50ডিসি স্টপ চাইল্ড ট্রাফিকিং নাও ওয়াক একটি হাঁটার অনুষ্ঠান। এর আয়োজক প্রতিষ্ঠান বলছে, এটা হবে এই শহরের ইতিহাসে সবচেয়ে মানব পাচার বিরোধী এক অনুষ্ঠান।多年以来,媒体都说因为亚洲按摩院的人口贩运现象,必须改变娼妓法;现在他们发现一个真的人口贩运受害者时,为何口吻都彷佛这女孩是逃家少女?
51অস্টিন ভিত্তিক প্রতিষ্ঠান চাইল্ড ট্রাফিকিং নাও ওয়াক, টুইটার ব্যবহার করছে, যাতে লোকজন ৫কে বা পাঁচ কিলোমিটার হাঁটার অনুষ্ঠানে যোগ দেয়। আরো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে টিনা ফ্রুনডট কথা বলেছেন।全国各地都有许多社区及草根团体,运用公民媒体促进民众的相关意识,「华府防堵儿童贩运游行」主办单位表示,这将是华府史上最大反人口贩运活动,在德州奥斯汀(Austin)的相同活动则透过Twitter,邀请民众加入这趟全长五公里的游行。
52তিনি এক মানব পাচার বিরোধী কর্মী এবং ওয়াশিংটন ডিসি শহরে কাজ করেন। তিনি নিজেই একসময় পাচারের শিকার হয়েছিলেন।华府反人口贩运份子Tina Frundt从个人角度切入,分享过往自己曾为贩运受害者的经历,这段经验让她建立草根组织「Courtney's House」,协助年轻人脱离人口贩运网络。
53তিনি তার সেই ব্যক্তিগত কাহিনী জানাচ্ছেন যেই অভিজ্ঞতা তাকে উৎসাহ যুগিয়েছে তার নিজস্ব মাঠ পর্যায়ের একটা প্রতিষ্ঠান চালু করতে।
54এই প্রতিষ্ঠানের নাম কান্ট্রি হাউস।校对:Portnoy
55এখানে তিনি যে সমস্ত তরুণী মানব পাচারকারীদের জালে যুক্ত হয়ে পড়ে, তাদের সাহায্য করার কাজে নিয়োজিত।