# | ben | zhs |
---|
1 | সুদানিজ ব্লগাররা রাজনৈতিক নায়ককে সম্মান জানালো | 苏丹:部落客凭吊政治先烈 |
2 | সুদানিজ ব্লগাররা এই সপ্তাহে মূলত: দুইটি বিষয় নিয়ে লিখেছেঃ ভূতপূর্ব রাজনৈতিক আর ভাইস প্রেসিডেন্ট ড: জন গারাং সম্পর্কে আর সুদানের জাতিসংঘের দারফুর সিদ্ধান্ত মেনে নেয়া নিয়ে। | |
3 | অনেকের মধ্যে সুদানিজ রিটারনি ব্লগও ড জন গারাং এর সম্মানে লিখেছেন: মৃত ড: জন গারাং সম্ভবত সুদানের সেরা রাজনীতিবীদ। | 本周苏丹部落格圈有两项重要议题:一为已故政界人物,苏丹前任副总统加朗(JohnGarang)博士,再来则是苏丹政府接受联合国决议,同意维和部队进驻达尔福尔。 |
4 | দক্ষিন সুদানের ডিঙ্কা গোষ্ঠির একজন খ্রিষ্টান হিসাবে উনি সুদানের সমস্যাগুলোকে ভিন্ন আঙ্গিকে দেখতেন আর সেই সব সমস্যার পরিষ্কার সমাধান ছিল তার কাছে। | |
5 | ব্ল্যাক কুশও তার এক লেখায় ড জন গারাংকে সম্মান জানিয়েছেন: | Sudanese Returnee在部落格中称许加朗博士: |
6 | দুই বছর আগে মুক্তিযোদ্ধা আর সুদানের ভূতপূর্ব ভাইস প্রেসিডেন্ট ড জন গারাং দক্ষিন সুদানের জংগলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। | 已故加朗博士也许是苏丹史上最伟大的政坛人士,他笃信基督,来自苏丹南部的丁卡族(Dinka),对苏丹社会问题有不同见解,自有一套真知灼见。 |
7 | সুদানীরা তার স্মরনে মোমবাতি জ্বালায়, ফুল দেয় এবং সিপিএকে সমর্থনের অঙ্গীকার করে। | Black Kush也在个人文章 中称许加朗博士: |
8 | কিন্তু, শান্তির আশা করতে এখন মরিয়া হতে হচ্ছে। ব্ল্যাক কুশ সুদানের জাতিসঙ্গের দারফুর সিদ্ধান্ত মেনে নেয়া নিয়েও লিখেছেন: | 前任副总统加朗博士是一名自由斗士,两年前搭乘直升机于苏丹南部丛林失事,不幸身亡,当时苏丹民众点蜡烛、献花圈以纪念加朗博士,并发动支持苏丹和平计划,但当初和平的愿望正逐渐走向绝望。 |
9 | সুদান দারফুরের জন্য নতুন যুক্ত বাহিনীর কথা মেনে নিয়ে সুদান এক বিরাট কূটনৈতিক অভ্যুথান করতে পেরেছে। | Black Kush另外发表一篇文章,内容关于近日苏丹接受联合国决议,同意维和部队进驻达尔福尔: |
10 | UNAMID (ইউনাইটেড নেশন আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর) এমন একটি বাহিনী যারা সুদানীজ দাবি মেনে হয়েছেঃ আফ্রিকান কাঠামো, কোন ৭ম অধ্যায় নেই, জোর করে নিরস্ত্রিকরন নেই, অবরোধের ভয় দেখানো নেই। | |
11 | এই জন্য পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে ১৭৬৯ নম্বর সিদ্ধান্তটি তাদের সাথে পরামর্শ করেই হয়েছে। | 苏丹成功发动外交政变,终于同意联合部队进驻达尔福尔。 |
12 | সুদানের হীনমন্নতা নিয়ে কিজি চমতকার একটা লেখা লিখেছেন: আমরা নিজেদেরকে প্রায় নিচু করে দেখি। | 联合国非洲联盟达尔福尔任务团(UNAMID)将接管达尔福尔维和任务:此任务团将以非洲联盟为主要武力,不受联合国第七宪章所辖,不要求叛军解除武装,不以制裁作为威胁。 |
13 | নিজেদের ঘৃনা করি। সব সময় চেষ্টা করি তা হতে যা আমরা নয়। | 电台广播说,此次联合国第1769号决议文是经过通盘考量决定。 |
14 | নিজেদেরকে ছোট ভেবে অন্যদেরকে বড় ভাবি। | Kizzie如实描绘出苏丹民众的自卑情结: |
15 | মানসিক দাসত্ব থেকে আমাদের মুক্তি দরকার। সাধারন একটা সুদানী মেয়ের স্বপ্ন হচ্ছে ভালো বিয়ে করা আর ফর্সা হওয়া। | 我们不断自轻,讨厌自己,盼望成为他者,认为他人比自己优越,自己较次等,我们必须将自己从精神奴役解放! |
16 | ফর্সাদের সুন্দর ভাবা হয় (সুদান একমাত্র দেশ না যারা এভাবে চিন্তা করে)। তিনি দারফুরের উপর আরব মিডিয়ার স্বল্প প্রতিবেদন প্রচারের কথাও লেখেন। | 苏丹女孩总希望能有白皙皮肤,梦想嫁入豪门,她们觉得白就是美(他国女性亦如此!) |
17 | এতে তিনি নাবিল কাসেমের কথা লিখেছেন যিনি দারফুরের উপর ‘জিহাদ অন হর্সব্যাক (ঘোড়ায় চড়ে জিহাদ)‘ নামক প্রামান্য চিত্রটি তৈরি করেছেন। | Kizzie的另一篇文章则指出阿拉伯世界对达尔福尔报导严重不足,文中提及的阿拉伯人Nabil Kassem,拍了一部达尔福尔纪录片,名为马背上的圣战士。 |
18 | দ্যা সুদানিজ থিংকার সুদানের উপর একটা SWOT বিশ্লেষন প্রয়োগ করে দেখিয়েছেন। কনিওকনিও, যিনি দক্ষিন সুদানের একজন ডাক্তার সুদানের সুরাশক্তি সমস্যা নিয়ে লিখেছেন: | The Sudanese Thinker则运用SWOT分析,粗略审视苏丹。 |
19 | কয়েকদিন আগে আমার পড়শিকে মৃত অবস্থায় পাওয়া যায়। | 一名苏丹南部医生Konyokonyo写出当地酗酒问题: |
20 | বন্ধুরা বলেছে যে সে সারা রাত ধরে মদ খাচ্ছিল। গত সপ্তাহে আমার ক্লিনিকে খুব অসুস্থ অবস্থায় একজনকে আনা হয় যার লিভারের কার্যক্ষমতা হারিয়ে ফেলার চিহ্ন ছিল। | 数天前,我隔壁邻居被发现陈尸家中,死者友人表示他夜夜酗酒,上周又有另一个家伙被送进我的诊所,病入膏肓,检查结果发现有肝衰竭迹象,他也长期酗酒。 |
21 | তার দীর্ঘ মদ্যপানের ইতিহাস ছিল। জুবাতে আগেও এরুপ ঘটনা ঘটেছে, এমনকি গাছের নীচে মৃত অবস্থায় মানুষকে পাওয়া গেছে। | 类似的故事不断在祖巴(Juba)镇上演,结局也都大同小异,例如多人被发现陈尸树底,而如今情势愈趋严重,但镇民明瞭当地酗酒问题严重,但并未思考解决之道。 |
22 | এখন অবস্থা আরো করুন। অনেকেই মদ্যপান মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছে, কিন্তু কেঊ কিছু করছে না। | 不幸的是,民众竟开始在上班时间,就在办公室里喝了起来。 |
23 | দু:খজনক ব্যাপার হচ্ছে যে লোকে অফিসে কাজের সময় মদ্যপান করছে। | 最后,旅居阿曼的苏丹人Amjad再度发表了一篇电影评论: |
24 | সর্বশেষে ওমানে বসবাসরত আমজাদ নামক একজন সুদানীজ একটা চলচিত্র সমালোচনা পোস্ট করেছেন: | |
25 | গতকাল একদল বন্ধুর সাথে আমি সিমসন চলচিত্রটি দেখেছি। | 昨晚我终于有机会跟朋友一起看电影版辛普森家庭。 |
26 | চলচিত্রটি সব মিলিয়ে ভাল ছিল, কিন্তু যদি এখন না দেখে থাকেন তাহলে আমি বলব ডিভিডি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এটা সিনেমা হলে গিয়ে দেখার মত কিছু না। | …总之,电影很好看,但如果你还没看过,我会建议等到DVD发行后再租来看,尽管电影值得一看,但还没好看到非得上电影院不可。 |
27 | - দৃমা | |