# | ben | zhs |
---|
1 | সৌদি আরবঃ গাড়ী চালানোর জন্য এক নারীকে গ্রেফতার করা হয়েছে | 沙特阿拉伯:妇女因开车被捕 |
2 | এক সপ্তাহ আগে, জেদ্দায় এক সৌদি মা গাড়ী চালিয়ে তার সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে আসেন। | [本文英文版原载于2011年5月24日] |
3 | ২২ মে, ২০১১-তে আরেক সৌদি নারী মানাল আল-শারাফ রাস্তায় গাড়ী চালান, সে সময় তার পাশে বসে ছিল বিখ্যাত নারী অধিকার আন্দোলন কর্মী ওয়াজেহা আল হুওয়াদার এবং তার ভাই ও পুত্র পিছনের সিটে বসেছিল। এর পরের দিন আল শারিফ নিজে ইউটিউবে তার গাড়ী চালানোর ভিডিও পোস্ট করে। | 一个礼拜前,一名阿拉伯妇女在吉达(Jeddah)开车送她的小孩上学;2011年五月二十二日另一名阿拉伯妇女曼娜谢里夫(Manal Al-Sharif)开车,前座坐的是著名的阿拉伯女权运动份子胡艾得(Wajeha Al-Huwaider),曼娜的哥哥及儿子则坐在后座,昨天曼娜已把自己驾车的影片上传至Youtube。 |
4 | এই ঘটনা্র প্রেক্ষিতে মানাল আল শারিফকে গ্রেফতার করা হয় এবং তারপর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়, পরে আবার মধ্যরাতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। | 曼娜因开车被扣押,之后保释出狱,但警方日前深夜却再次到她的住所拘捕她。 |
5 | নতুন এই বীর নারীর ক্ষেত্রে টুইটার নেটিজেনদের লেখায় ভরে যায়, যাদের অনেকে তাকে আরেক রোজা পার্ক হিসেবে অভিহিত করে (রোজা পার্ক ছিলেন বিখ্যাত আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন কর্মী)। | 此事在Twitter上引起网友热烈讨论,有些人将曼娜形容为另一个罗莎帕克斯(Rosa Parks),罗莎帕克斯是著名的非裔美国人民权运动份子。 |
6 | মানাল আল-শারিফের ছবি, তার টূইটার একাউন্ট থেকে নেওয়া হয়েছে। | 曼娜谢里夫的照片来自她的Twitter帐号 |
7 | সৌদি ব্লগার আহমেদ আল ওমরান (@আহমেদ) লিখেছে: @আহমেদ: এটাই কি সেই মুহূর্ত? | 沙特博客Ahmed Al-Omran(@ahmed)写道: |
8 | রোজা পার্কঃ১৯৫৫ :মানাল আল শারিফ:২০১১#সৌদি, #ওমেন২ড্রাইভ | @ahmed:难道这真是往事重演? |
9 | সৌদি টুইটারকারী ওমর জাহানি (@ওমর৯৯৪৪) গত রাতে আল-শারিফ যা করেছে তার উপর একটি টুইট লিখেছেন: | 罗莎帕克斯:1955、曼娜谢里夫:2011#saudi #women2drive |
10 | @ওমর ৯৯৪৪: মানালের এক অলিখিত বীর, যখন সে গাড়ী চালাচ্ছিল, তখন তার ভাই তার সঙ্গে ছিল, তার স্ত্রী মানালের পুত্রের সন্তানের দেখাশুনা করত (বেবিসিটার) সৌদির ভ্রাতারা #টেকনোট, #ফ্রিমানাল। | 沙特Twitter用户Omar Johani(@omar9944)昨晚在Twitter上发表自己对于曼娜事件的看法: |
11 | বিখ্যাত মিশরীয় প্রাবন্ধিক এবং একটিভিস্ট মোনা এলতাহওয়ি (@মোনাএলতাহওয়ি) গত রাতে মানালের যে ঘটনা, তার উপর টুইট করেছে এবং সে বেশ কিছু মতামতকে পুনরায় টুইট করেছে, যা গুরুত্ব প্রদান করে যে সৌদি আরবে নারীর ক্ষমতায়নের সময় চলে এসেছে: | @omar9944:曼娜谢里夫的故事还有个无名英雄──她的哥哥。 |
12 | @মোনাএলতাহওয়ি,#মানালাআলশারিফকে কোন ধরনের গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে। | 曼娜开车时,她哥哥就陪在一旁,还让他太太帮忙照顾曼娜的儿子。 |
13 | তার “অপরাধ”? নারী হয়ে গাড়ী চালানো। | 沙特男人#TakeNote! |
14 | #সৌদ,#ওমেন২ড্রাইভ, #ফ্রিমানাল | #FreeManal |
15 | এছাড়াও তিনি সৌদি আরবে নারী অধিকারের যারা শত্রু তাদের সমালোচনা করেছেন, তিনি বলছেন: | 埃及专栏作家及运动份子艾尔塔哈维(Mona ElTahawy @monaeltahawy)昨晚针对此事发表评论,也回推了几则意见,强调沙特阿拉伯女性争取权益的时机已成熟: |
16 | @মোনাএলতাহওয়াই:, #সৌদি, রাজকীয় ব্যক্তিবর্গ এবং অতিমাত্রায় রক্ষণশীল ধর্মীয় নেতারা দাবী করেছে যে সমাজ এখনও নারীদের গাড়ী চালানোর জন্য তৈরি নয়। | @monaeltahawy:#ManalAlsharif,凌晨四点被逮捕,警方没有拘捕令,她的“罪名”为何? |
17 | বলা যায় রাজকীয় ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতার এখনো মেয়েদের অধিকার প্রদানের জন্য তৈরি নয়। | 女性不应开车。 此外,艾尔塔哈维还批评阻挠阿拉伯女权运动的人: |
18 | ফোউজ আব্দুল্লাহ (ফোউজআবদে) এক সৌদি তরুণী যে এই বিষয়ে টুইট করেছে, সে তার টুইটার একাউন্টের মাধ্যমে মানাল এবং নারীদের গাড়ী চালানোর আইনগত অধিকার সম্বন্ধে লিখেছে, সে নারীদের বিরুদ্ধে ধর্মীয় পুলিশের যুদ্ধের বিষয় সম্বন্ধে সতর্ক করে দিয়েছে [আরবী ভাষায়): | @monaeltahawy:#Saudi皇室和极保守的宗教人士声称社会“尚未准备好”让女性开车,但我想更贴切的说法应该是,皇室及宗教人士还没准备好让女性拥有权益。 一名年轻的阿拉伯女性Fouz Abdullah(@FouzAbd),在Twitter上写到关于曼娜及女性驾车的合法权利,并警告[阿拉伯文]宗教警察别向妇女宣战: |
19 | ফোউজআবদে,অভিভাবক বা সাথে থেকে আমাদের বিশুদ্ধতা এবং সম্মানের খেয়াল রাখবে আমাদের এমন কারো প্রয়োজন নেই। | @FouzAbd:我们不需要监护人或任何人来监督我们,以维护我们的纯洁及名誉。 |
20 | চলে যান। | 走开! |
21 | রানা আল-আবদুলরাজাক (রানাতি০১) কুয়েতের এক নারী, যে টুইট করে, তিনিও মানাল আল-শারিফের সাথে একাত্মতা প্রদর্শন করেছেন[আরবী ভাষায়]: | 来自科威特的女性Twitter用户Rana Al-Abdulrazaq(@ranati01)也与曼娜谢里夫团结一致[阿拉伯文]: |
22 | রানাতি০১:মানাল আল-শারিফ আজ যা করেছেন তা সত্যিকার অর্থে এক সাহসিকতাপূর্ণ কাজ। | @ranati01:曼娜谢里夫今天做了一件很勇敢的事,身为一名女性却挺身和无知男子的传统思想对抗。 |
23 | এক নারী, উপেক্ষা এবং পুরুষতন্ত্রের যে ঐতিহ্যে, তার বিরুদ্ধে লড়াই করেছেন। আরেক সৌদি নারী নাওয়ারাহ আসাদ (@নাওয়ারা৮২) সমাজের এই বিবৃতিকে পরিহাস করেছে যে, তারা সৌদি নারীদের “রাণী” বলে মনে করে, কাজে তারা কাজ করবে না বা গাড়ী চালাবে না, তার বদলে তারা বাসায় থাকবে এবং ঘরের কাজ করবে: | 另一位沙特女性Nawwarah Ashad(@nawwarah82)对社会的说法不以为然,一般社会上的说法是,沙特女人都是“女王”,所以不应该出外工作或开车,而是应该待在家里被服侍: |
24 | @নাওয়ারা৮২: কি ভাবে আমি সৌদিতে নিজেকে এক #রাণী হিসেবে দাবী করতে পারি, যখন একজন রাণী দেশকে শাসন করতে পারে, কিন্তু আমি এমনকি এখানে পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারি না এবং নিজেকে শাসন করার জন্য আমার এক অভিভাবকের দরকার হয়। | @nawwarah82:我在沙特怎么会是女王呢? |
25 | মিশরীয় টুইটারকারী মাহা হোসনী (@মাহা১১৪৪১১) মাহা যা করেছে তার গুরুত্ব সম্বন্ধে লিখেছে। | 女王能统治国家,而我甚至不能在市政选举中投票,还得被监护人支配! |
26 | সে বলছে: @মাহা১১৪৪১১: মানাল জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু ইতিহাসে প্রবেশ করেছে। | 埃及Twitter用户Maha Hosny(@Maha114411)在曼娜二度被抓之前就曾指出她所做的事有多重要: |
27 | সে তার যোগ্য। এমন এক অধিকার, যা এ রকম এক নারীর সে অধিকার অর্জনের জন্য লড়াই করতে করতে হচ্ছে, সেই অধিকার হারাতে দেব না। | @Maha114411:曼娜走出监狱,走入历史殿堂,她将在历史上留名,她值得敬重。 |
28 | এটা অন্যতম এক মৌলিক অধিকার, কেন! #মানালাআলশারিফ | 她所争取的是最基本的权利,一个女人如此奋斗,一定会有所成果。 |
29 | আরেকজন সৌদি টুইটারকারী, আব্দুল আল-আলামি (@আজিজআলালামি) মানালের গ্রেফতারের ব্যাপারে মন্তব্য করেছে: | 另一名沙特Twitter用户Abdulaziz Al-Alami(@AzizAlAlami)对于曼娜被捕的评论: |
30 | @আজিজআলাআলামিঃ মাঝরাতে মানালকে তার বাসা আরামাকো শিবির থেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আপনারা এক রাণীর প্রতি ঠিক এরকম আচরণ করে থাকেন, তাই না। | @AzizAlAlami:曼娜在三更半夜从自己住家被抓到警局,是啊,你们就是这样对待女王的#Saudi #FreeManal |
31 | #সৌদি #ফ্রিমানাল। আরেকজন সৌদি টুইটারকারী হেবা আল-বুতাইরি (@এইচ_এবা), যে কিনা সৌদি নারীদের জন্য পরে অনলাইনে সক্রিয় হয়েছে, সে মানাল সম্বন্ধে লিখেছে, সে বলছে: | 同样也是来自沙特的Twitter用户Heba Al-Butairi(@H_eba),近来为阿拉伯女权在网络上很活跃,也对于曼娜事件表示看法: |
32 | @হে_বা#ফ্রিমানাল। দমনের ঘটনা থেকে উন্মাদনার ঘটনার দিকে নজর ফিরাই! | @H_eba:从压制变为荒唐的行为,居然在半夜把她强行带走? |
33 | তার বাসা থেকে মাঝ রাতে তাকে জোর করে ধরে আনা? | 她又不是恐怖份子。 |
34 | সে তো কোন সন্ত্রাসী নয়। অনলাইনে সৌদি আরবের আরেকজন নারী একটিভিস্ট খোউলুদ আল ফাহাদ (@খোউলুদস) মানাল আল-শারিফের প্রতি সমর্থন প্রদর্শন করেছে: | 一名来自沙特的女性网络运动份子Khuloud Al-Fahad(@Khulouds)也表示支持曼娜谢里夫: |
35 | @খোউলুদস: যে ভাবে মানালকে গ্রেফতার করা হয়েছে সে পদ্ধতির মাধ্যমে তারা আমাদের আতঙ্কিত করে, যাতে আমরা রাস্তায় গাড়ী চালাতে না যাই এবং এর মাধ্যমে তারা আমাদের পিতাকে ভয় দেখায়, কিন্তু মানাল যা করেছে তা আরো লক্ষ মানাল সৃষ্টি করবে। | @Khulouds:他们逮捕曼娜是为了使我们和我们的父亲害怕,让我们不敢开车,但是,曼娜之举造成了其他一百万个曼娜。 |
36 | সৌদি আরবের উপন্যাসিক বাদরিয়া আল-বাসিরও (@বাদারইয়াহালবেশর) মানালের প্রতি সমর্থনে টুইট করেছে এবং তার গ্রেফতারের সমালোচনা করেছে: | 沙特小说家Badriya Al-Bishir(@badryahalbeshr)也表示支持曼娜,并谴责这起逮捕行动: |
37 | @বাদারইয়াহালবেশর:কে আইন ভেঙ্গেছে? | @badryahalbeshr:谁违反了法律? |
38 | মানাল আইন ভেঙ্গেছে অথবা আইন মানালকে আঘাত করেছে? | 是曼娜违法还是法律摧毁了曼娜? |
39 | কি ভাবে আইনকে সঠিক বলে মনে যদি না তা নারী এবং পুরুষ উভয়ের উপর সমানভাবে প্রযোজ্য হয়। | 如果法律不能将男女一视同仁,那么正义何在? |