# | ben | zhs |
---|
1 | ওপেন ভিডিও: ওয়ার্ল্ডওয়াইড ওয়ারসাইডের মাধ্যমে লরেন্স লেসিগের সাথে কথা বলা | 开放影片:Lawrence Lessig线上讲座 |
2 | ল্যারি লেসিগ, ছবি রবার্ট স্কোবল | Larry Lessig照片来自Robert Scoble |
3 | লরেন্স লেসিগ আইনের অধ্যাপক এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। | 什么是合理使用? |
4 | তিনি একই সাথে ক্রিয়েটিভ কমন্সের প্রতিষ্ঠাতা সদস্য। | 著作权概念如何融入数位时代,影片评论、教学、重制与研究如何能自由发展? |
5 | তিনি প্রথমে ৪৫ মিনিট আলোচনা করবেন এবং ৩০ মিনিট সময়ব্যাপী এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। এই প্রশ্নোত্তর পর্বের সমন্বায়ক হিসেবে থাকবেন ওপেন ভিডিও এলায়েন্সের এলিজাবেথ স্টার্ক। | 欢迎在美东时间(GMT-5)2月25日下午6时,于「开放影片联盟」网站即时收看Lawrence Lessig讲述这些议题,或可查阅各位所属城市是否有公开播放活动,目前除美国之外,只有加拿大、危地马拉、巴西、以色列与印度将有公开播放场次;各位若有兴趣,亦可与「开放影片联盟」联系自行举办。 |
6 | টুইটারে #ওয়ারসাইড হাসটাগ ব্যবহার করে এই অনুষ্ঠানের জন্য প্রশ্ন জমা দেওয়া যাবে। তা হলে টুইটারে কেন টুইটারের @লেসিগ ও @ওপেনভিডিও-তে প্রবেশ করছেন না? | Lawrence Lessig为法学教授、政治运动者、创用CC创始董事会成员,当天他将演讲45分钟,之后由「开放影片联盟」的Elizabeth Stark主持30分钟问答时间,各位可在Twitter网站提问,并在讯息中加注#wireside标签;若已使用Twitter,各位当然亦可追踪@Lessig及@openvideo两个帐号的讯息。 |
7 | আপনি কি ওপেন ভিডিওর ব্যাপারে আগ্রহী? | |
8 | তা হলে ভুলে যাবেন না ওপেন ভিডিওর ৬০ সেকেন্ডের এক প্রতিযোগিতার কথা, এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দক্ষিণে ভ্রমণ করুন, সাউথওয়েস্ট (এসএক্সএসডাব্লিউ) ইন্টারএকটিভ ফেস্টিভাল নামের এক উৎসব আয়োজক প্রতিষ্ঠানের সৌজন্যে। | |
9 | এই প্রতিযোগিতায় অংশ নেবার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি রোববার। | 各位若对开放影片有兴趣,亦可浏览「开放影片60秒」竞赛,看看全球各地民众对开放影片的意见及参赛作品,优胜者可前往「2010南X西南互动节」。 |
10 | অথবা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া কাজগুলোর দিকে এক নজর চোখ দিলে আপনি বুঝতে পারবেন সারা বিশ্বের লোকের কাছে ওপেন ভিডিও-র অর্থ কি? | |
11 | এখনো ওপেন ভিডিওর অর্থ আপনার কাছে পরিষ্কার নয়? | 倘若各位还不清楚「开放影片」为何,亦可参考Qasim Virjee的参赛影片,瞭解开放影片对他的意义: |
12 | তা হলে প্রতিযোগিতার জন্য পাঠানো কাশিম ভিরজির এই ভিডিও-টি দেখুন, যেটিতে ব্যাখ্যা করা হয়েছে ওপেন ভিডিও তার কাছে কি অর্থ বহন করে: | |
13 | ওপেন ভিডিও কি? ভিমিওতে রাখা কাশিম ভিরজির ভিডিওর মাধ্যমে জানুন। | 校对:Soup |