# | ben | zhs |
---|
1 | মায়ানমার: বৌদ্ধভিক্ষুদের প্রতিবাদে লাখো লোকের যোগদান | 缅甸:数万民众加入僧侣示威 |
2 | মায়নমারের (বার্মার) প্রাক্তন রাজধানী ও সর্ববৃহৎ শহর ইয়ান্গুনে আজ যে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে তার ভিডিও ও ছবি পোস্ট করছেন মায়ানমারের ব্লগাররা। | 缅甸最大城、前首都仰光市(Yangon)25日上演大规模示威活动,缅甸博客陆续放上许多相关影片及图片。 |
3 | এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন বৌদ্ধভিক্ষুরা। বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে মাসব্যপী প্রতিবাদের এটিই সর্বশেষ। | 由于国内物价上涨,抗议缅甸军政府的示威行动已进行一个月,日前僧侣为翁山苏姬上街抗议,为近月来最大宗抗议活动。 |
4 | এর শুরু হয়েছিল তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে। | (感谢Burmadigest.info提供连结) |
5 | বার্মা ডাইজেস্টের সৌজন্যে | 下列博客放有当天活动图片。( |
6 | নিন্মোক্ত ব্লগগুলোতে প্রতিবাদ সমাবেশের ছবি রয়েছে (ব্লগ অফ নিন চান ইয়ার মারফত প্রাপ্ত): নিকনেইমান ব্লগ জাস্টিস এন্ড ইনজাস্টিস সোনসিয়ার ব্লগ (ইয়ান্গুনের রাস্তা থেকে একটি ভিডিও ক্লিপ) মায়ানমার মিডিয়া, এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ওয়াচ | 感谢Blog of Nyein Chan Yar提供连结) |
7 | সা-নারে-নার উক্ত ব্লগে কমেন্ট করছেন: আমি আমার সমস্ত ডাক্তার বন্ধুদের অনুরোধ করব এই সব ভিক্ষুদের সাহায্য করতে। | Sa -nare-nar综合评论表示: |
8 | আমার মনে হয় এরা ঠিক কাজটিই করছে। তোমার কাছের ডাক্তারদের আহত ভিক্ষুদের কথ্যগুলো জানাও যাতে তারা তাদের কাছে গিয়ে শুশ্রূষা করতে পারে। | 本人呼吁所有医生朋友提供僧侣医疗协助,希望僧侣所做一切都是对的。 |
9 | ডাক্তার, গ্রাম্য চিকিৎসক বা নার্স যে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। - প্রীতম রাই | 请通知您邻近区域医生、护士及民俗治疗师上街照料这些僧侣。 |