# | ben | zhs |
---|
1 | স্বাধীন অভিব্যক্তি বিষয়ক পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস গুগলের সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে আজ (২৯ ডিসেম্বর,২০০৯) থেকে ব্রেকিং বর্ডাস এ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেবার সময় শুরু। | 全球之声:「突破疆界奖」报名开始 |
2 | এটি এক নতুন পুরস্কার যার প্রবর্তক গুগল এবং গ্লোবাল ভয়েসেস। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। | Google与全球之声合作推出新奖项「突破疆界奖」,于12月29日起开放报名,这项活动要表彰个人或团体所推动的网络计划,运用勇气、活力与资源,透过网络推广言论自由,路透社亦支持这个奖项。 |
3 | থমসন রয়টার্স ও এই পুরস্কারকে সমর্থন করেছেন। ব্রেকিং বর্ডাস পুরস্কার তৈরি হয়েছে গ্লোবাল ভয়েসেস এর প্রচারপত্রে লেখা মূল্যবোধের উপর। | 「突破疆界奖」建基于全球之声宣言所揭橥的价值,这份文件于2004年由成员共笔完成,订定全球之声这个组织与社群的方针,宣言开头写道: |
4 | এই দলিল একই সাথে উইকিতেও লেখা রয়েছে। সেখানে ২০০৪ সালে এই সংগঠন ও সম্প্রদায়ের নীতি নির্ধারক বিষয়গুলো বই আকারে লেখা হয়, যে প্রতিষ্ঠান ও সম্প্রদায় পরে গ্লোবাল ভয়েসেস নামে পরিচিত হয়। | 我们相信言论自由:这包括自由表达、书写与自由聆听、阅读的权利。 |
5 | এই প্রচারপত্র এই কয়টি শব্দ দিয়ে শুরু হয়েছে: | 我们希望普及并促进表达与沟通工具的使用。 |
6 | “আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট। | 最终,我们希望任何有愿望表达的人都能够自由表达和书写。 |
7 | আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে। | 任何人都能够聆听他人的声音,阅读他人的文字。 |
8 | এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে।”। | 这个奖项亦与全球之声倡议计划的工作相关,这项计划源于2007年2月,负责全球之声与言论自由相关的活动。 |
9 | ব্রেকিং বর্ডাস পুরস্কার একই সাথে গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি নামক কাজের পরিপূরক। গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির যাত্রা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে। | 世界各地民众不分国籍均可报名参加突破疆界奖,最后将由言论自由领域的专家小组选出获奖者,以下三个类别的得奖者均可获得一万美元的奖金: |
10 | এটি যে কোন সংগঠনের স্বাধীন অভিব্যক্তি প্রকাশ বিষয়ক কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করে। ব্রেকিং বর্ডাস পুরস্কার সকল জাতির জন্য উন্মুক্ত। | 一,倡议类:奖励个人或团体运用网络工具,推动言论自由或政治变革。 |
11 | স্বাধীন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে একদল বিচারক বিজয়ীদের নির্ধারণ করবেন। এই পুরস্কারের ক্ষেত্রে তিনটি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদাভাবে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার রয়েছে: | 二,科技类:奬励个人或团体建立网络工具,促进言论自由与资讯流通。 |
12 | ১. এ্যাডভোকেসি বা কারো পক্ষ অবলম্বন করে বলা; সেই সমস্ত অ্যাক্টিভিস্ট বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। | |
13 | ২. টেকনোলজি বা প্রযুক্তির বিকাশ ঘটানো; সেই সমস্ত ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা স্বাধীন অভিব্যক্তি প্রকাশ এবং তথ্য অধিকারে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান বা যন্ত্র তৈরি করছে। | |
14 | ৩ পলিসি বা নীতি নির্ধারণের উপাদান তৈরি; এই পুরস্কার নীতি নির্ধারককে প্রদান করা হবে। | 三,政策类:奖励在相关领域贡献卓越的政策制定者、政府官员或非政府组织领袖。 |
15 | সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারী নেতৃবৃন্দ যারা এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের জন্য এই পুরস্কার। ব্রেকিং বর্ডাস পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে- http://www.breakingborders.net (এইচটিটিপি://ডাব্লিউডব্লিউডাব্লিউ. | 报名或提名参与突破疆界奖请至http://breakingborders.net/网站,于2010年2月15日截止。 |
16 | ব্রেকিংবর্ডাস. নেট)-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, ২০১০। | 校对:Soup |