Sentence alignment for gv-ben-20130206-35005.xml (html) - gv-zhs-20130216-12223.xml (html)

#benzhs
1সিরিয়ায় তীব্র যুদ্ধের চরম মূল্য দিচ্ছে শিশুরা叙利亚:战火下牺牲的孩童们
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১৩ নিয়ে করা আমাদের বিশেষ বিশেষ কাভারেজের অংশ ।根据Children's Rights Portal估计,在过去的十年中,约有一千万个孩子死于战争。
3চিলড্রেন রাইটস পোর্টাল. -এর এক রিপোর্টে অনুসারে বিগত দশ বছরে যুদ্ধের কারণে প্রায় এক কোটি শিশু নিহত হয়েছে।网站将战争受难孩童分为平民受害者、童兵、难民、孤儿、受伤、或残障、受监禁、遭剥削(性侵或是强迫劳动)。
4এই সাইটটি যুদ্ধের শিকার শিশুদের সাধারণ অপরাধের শিকার শিশু, সৈনিক, বাস্তুচ্যুত, অনাথ, আহত অথবা পঙ্গু,বন্দী অথবা শোষণের শিকার (যৌন শোষণ কিংবা জোরপূর্বক শ্রমে বাধ্য করা)ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করে থাকে। এই বাস্তবতা সত্ত্বেও ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচি পরিকল্পনা (ভিডিপিএ), এবং ২০ নভেম্বর ১৯৮৯ সালে স্বাক্ষর করা জাতি সংঘ শিশু অধিকার সনদ সত্ত্বেও, সারা বিশ্বে শিশুরা ক্রমাগত যন্ত্রণা ভোগ করে যাচ্ছে।尽管维也纳宣言和行动纲领(Vienna Declaration and Programme of Action-VDPA)和于1989年11月20的联合国儿童权利公约(UN Convention on the Rights of the Child)已宣示保障了儿童的生存及受保护权,世界各处还是有孩子处于水身火热。
5শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ সম্মেলন-এর ১৯ নাম্বার ধারায় বর্ণনা করা হয়েছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো শিশুদের সকল প্রকার শারীরিক এবং মানসিক আঘাত থেকে রক্ষার জন্য অবশ্যই যথাযথ সাংবিধানিক, প্রশাসনিক, সামাজিক এবং শিক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে।”联合国儿童权利公约第十九条:缔约国必须尽一切立法、行政、社会、教育等方式保护儿童遭受任何身心理的暴力行为。
6বিস্মৃতির শিকার被遗忘的受害者
7সিরিয়ার গোরস্থানে ফেরেশতার বাস। সূত্র: টুইটারের @এনএমসিরিয়া ।叙利亚:沈睡在坟中的天使(来自@NMSyria的推特)
8মার্চ ২০১১-এ, বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে যখন সিরিয়ার বিপ্লব গর্জে ওঠে, তখন শিশুরা ছিল আক্রমণ, অত্যাচার ও খুনের প্রথম শিকার।自2011年三月起叙利亚人始而反抗巴沙尔·阿萨德(Bashar Al Assad)起,叙利亚的儿童已首当其冲地成为暴力、虐待和杀害的受害者。
9এইচআরডাব্লিউ-এর সংবাদ অনুসারে: জুন ২০১১-এ “ আমরা যে সমস্ত বীভৎস দৃশ্য দেখেছি, তেমনটা আর কখনো দেখিনি”:根据人权观察组组织(HRW)在2011年六月的报导“我们从未见过如此惨状”:
10সরকারের পতন দাবী করে দেওয়ালে গ্রাফিতি আঁকার অভিযোগে ১৫ জন শিশুকে গ্রেফতার করা এবং তাদের উপর অত্যাচার চালানোর প্রতিক্রিয়ায় দারা নামক শহরে প্রথম বিক্ষোভ শুরু হয়।15位孩童因被指控涂鸦口号要求政府下台而遭受监禁与酷刑,引起在德拉的首波抗争。
11ঠিক তখন থেকে এর জবাবে নিরাপত্তা বাহিনী পদ্ধতিগত ভাবে অত্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভের উপর গুলি চালায়।此后,保安部队开始持续且有计划地向和平示威者猛烈开火。
12কেবল মাত্র দারা প্রদেশেই নিরাপত্তা বাহিনী ৪১৮ জনকে হএবং সমগ্র সিরিয়ায় ৮৮৭ জনকে ত্যা করেছে।根据当地的行动份子统计,在德拉各省,只少有418个人受到保安部队杀害,而在全国至少有887位。
13ঠিক কতজনকে হত্যা করা হয়েছে, সে সংখ্যাটি সঠিকভাবে যাচাই করা অসম্ভব।尚且无法计算确切数字。
14এক হিসেবে এই ঘটনার পর এ পর্যন্ত, ৪৩৫৫ জন শিশু নিহত হয়েছে [১৫/১/২০১৩ তারিখ পর্যন্ত] সিরিয়ার বিপ্লবে শহীদের তালিকার এক সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ৪৩৫৫ জন নিহত হয়েছে, এছাড়াও হাজার হাজার আহত, গ্রেফতার, অথবা পরিবারহীন হয়েছে, অথবা চিকিৎসা সাহায্য প্রাপ্ত কিংবা মানবিক ত্রাণ লাভ করেনি। যেমন বলা যায় হিউম্যান রাইট ওয়াচ, প্রমাণ প্রদর্শন করেছে, যেসব প্রমাণে দেখা যাচ্ছে যে শাসকদের বিমান বাহিনী থেকে শিশুদের উপর গুচ্ছ বোমা নিক্ষেপ করা হয়েছে।到近期来自叙利亚革命烈士数据库(Martyrs of the Syrian Revolution Database)统计(2013/1/15),估计已有4355位叙利亚儿童被杀害,此外,还有上千位儿童受伤、遭监禁、没有家庭、医疗救助和人道救助。
15ফেরেশতা…সেই সমস্ত ফেরেশতা, যারা আমাদের ছেড়ে চলে গেছে…এক অদ্ভুত যুদ্ধে সিরিয়ার নাগরিকদের যে উচ্চ মূল্য প্রদান করতে হচ্ছে…সূত্র: ফেসবুকের নিনো ফেজ্জা সিনেরিপোর্ট-এর如人权观察组组织所提供的证据表示,孩童死于叙利亚政府空军使用的集束炸弹。
16১৮ জানুয়ারি তারিখে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ইউনিসেফের আঞ্চলিক প্রধান মারিয়া ক্যালিভিসবিবৃতি প্রদান করেন:天使们-这些天使们已经离开世间,这是叙利亚人为这场愚蠢战争所付出的宝贵代价。(
17“ এই সপ্তাহে সিরিয়া থেকে আসা ধারাবাহিকভাবে কয়েকটি সংবাদ দেশটিতে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শিশুদের যে মূল্য প্রদান করতে হচ্ছে তা তুলে ধরছে।来源:NINO Fezza cinereporter的facebook)
18ঘটনা হচ্ছে, সিরিয়ার শিশুরা দেশটিতে ২২ মাস ধরে চলতে থাকা যুদ্ধের কারণে বিস্মৃতির শিকার।一月18日,联合国儿童基金会中东北非的区域主任Maria Calivis表示:
19দেশটিতে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ শিশু প্রাণ হারাচ্ছে; এবং সিরিয়ার শিশুদের সামাজিক প্রচার মাধ্যমগুলোতে খারাপ সংবাদ পোস্ট করা ছাড়া আর উপায় নেই।本周有一连串的报导,强调叙利亚儿童们惨痛的牺牲,只要叙利亚国内冲突没有停歇,事情便不会停止。
20এখানে টুইটারে আসা সিরিয়ার নেট নাগরিকদের প্রতিক্রিয়ার একটি রাউন্ড আপ/আলোচনা তুলে ধরা হল রয়েছে:在这22个月冲突下,叙利亚受害孩童们被遗忘了。
21১৫জানুয়ারি ২০১৩: @আর আলাফ:গতকাল আসাদ সরকার # সিরিয়ায় অন্তত ২১ জন শিশু এবং ১৩০ জন প্রাপ্ত বয়স্ক নাগরিককে খুন করেছে।根据统计,儿童的死亡总数每天都持续增加,叙利亚的反抗运动者无能为力,只能将这个噩耗公告于社群媒体。
22যাদের বেশীর ভাগই গৃহে এবং বেকারিতে নিহত হয়।叙利亚的网友在推特上群起反应:
23১৩ জানুয়ারি ২০১৩: @রেভুল্যুশন সিরিয়া: ৪০০০ শিশু সহ ৫২ হাজারের বেশী নিরস্ত্র নাগরিককে নির্মমভাবে হত্যা করা কোন গৃহযুদ্ধ নয় বরং তা মানবতার বিরুদ্ধে এক বিশাল অপরাধ।2013年一月15日:@rallaf:在阿萨德政权在昨日杀害了至少21位孩童、130位成人。
24#সিরিয়া几乎每月空袭轰炸到民宅及面包店。
25১২ ডিসেম্বর ২০১২: @রানাকাবানি৫৪ আজ খুন হওয়া ১২০ জন নাগরিকের মধ্যে ২৭ জন শিশু + ১৩ জন মা ছিল, যাদের গণহত্যাকারী #আসাদ খুন করেছে।2013年一月2日:@RevolutionSyria:有五万两千名有无寸铁的平民惨遭屠杀,其中有四千位是儿童。
26এটা আমাদের জনগণের জন্য বড়দিনের উপহার #সিরিয়া #আসাদক্রাইম।这不是内战,而是违反人权的大屠杀,是罪行。
27১২ ডিসেম্বর ২০১২: @ফারগার: আজকের দিনটি বাদ দিয়ে, কেবল বড়দিনের সময় থেকে এই পর্যন্ত ১০৩ জন শিশু নিহত হয়েছে।2012十二月27日:@RanaKabbani54:今天有27位儿童和13位母亲遭到屠杀,只有120人遭到杀害,已经是给人民的圣诞礼物了。
28#চাইল্ডভিকটম সিরিয়াতে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে খুন করা হয়েছে।2013年一月3日:@farGar:从平安夜到昨天为止,超过103位叙利亚孩童已经遭到杀害。
29২৫ মার্চ ২০১১, বিশ্ব প্রায় এক মাস কারাগারে অন্তরীন থাকা হামজা আলি আলখাতিব এর উপর চালানো অত্যাচার এবং তার মৃত্যুর ঘটনা জানতে পারে, হামজা ছিল ১৩ বছরের এক সিরীয় বালক, অভিযোগ রয়েছে দারা শহরের প্রশাসনের হাতে বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে।叙利亚:许多儿童遭到杀害 全世界在2011年五月25日这天,听到了骇人听闻的虐杀事件,年仅十三岁的Hamza Ali AlKhateeb,据称死于叙利亚政府在德拉的监禁。
30তার দেহে অজস্র আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে ভাঙ্গা হাড়, দেহে গুলির আঘাত, শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন এবং গোপনাঙ্গ আঘাতের চিহ্ন ছিল।他的尸体上发现了许多伤,包括骨折、枪伤、烧痕和遭毁坏的生殖器。
31হামজার শহীদ হবার কাহিনীর ঠিক এক বছর পরে, ২৫ মে, ২০১২ তারিখে আল- হোউলা গণহত্যা সংঘঠিত হয়, এই ঘটনায় ১০৮ জন নাগরিক নিহত হওয়ার ঘটনায় একটিভিস্টরা বাসার-আল আসাদের বাহিনীকে দায়ী করে, হোমসের আল হোউলা নামক এলাকায় নিহত এই ১০৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৪ জন নারী এবং ৪৯ জন শিশু ছিল (জাতিসংঘের হিসেব অনুযায়ী]।在胡拉大屠杀。 2012年五月25日,放抗运动者指控效忠于巴沙尔·阿萨德的武力 部队在霍姆斯省胡拉镇杀害了108名叙利亚人,其中包括25位男人、34位女人以及49位不足十岁的孩童(联合国观察员统计)。
32পরবর্তী এই ফুটেজে [সতর্কতা;গ্রাফিক ফুটেজ, যার ভেতরে শিশুর মৃত্যু দৃশ্য রয়েছে] গণহত্যার পরের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে এক শিশুর মৃত্যু এবং রক্তাক্ত মানব শরীর প্রদর্শিত হয়েছে।镜头带我们到屠杀后的惨状 (警告:孩童死亡画面),充满了孩童尸体和血迹斑驳的尸体各部。
33সিরিয়ার শিশুরা দেশটির প্রাপ্ত বয়স্কদের যুদ্ধের মূল্য প্রদান করছে.叙利亚的孩童正在为大人们的战争付出牺牲,难民营里的孩子已经人满为患了,他们也从未想过会发生这种情况。
34সিরিয়ার উদ্বাস্তু শিশুদের সংখ্যা এখন উপচে পড়ছে, কারণ তারা কখনোই ধারণা করেনি যে তারা এরকম এক পরিস্থিতিতে পড়ে যাবে। ডিফেন্স অফ হিউম্যান রাইটস নামক সংস্থা ডিসেম্বর ২৮, ২০১২ তারিখে তাদের ফেসবুকের পাতায় লিখেছে :叙利亚捍卫人权组织(Syrian Organization for the Defense of Human Rights)在2012年十二月28日于他们的facebook页面写到:
35এতদিন পর্যন্ত সিরিয়ায় আসাদের চাপানো যুদ্ধে প্রায় ৪০০০ শিশু নিহত হয়েছে, হাজার হাজার শিশু পঙ্গু এবং আহত হয়েছে এবং সকলে প্রায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ও তারা আতঙ্কের মধ্যে বাস করছে, বিশ্বের নেতাদের কাছে প্রশ্ন একটা বিপজ্জনক সঙ্কেত তৈরীর জন্য আর কতগুলো শিশুর খুন হওয়া প্রয়োজন'?阿萨德的战火中,大约已有四千名叙利亚孩童遭到杀害,导致超过上万名孩童残障及恐慌。
36বিশেষ করে এমন এক শাসকের বিরুদ্ধে, যারা শিশুদের বৈধ লক্ষ্যবস্তু ভাবে।想问问全世界各个领导人,要多少小朋友遭到杀还才能让他们有所警觉?
37সিরিয়ার শিশুদের রক্ষার জন্য অনেক উদ্যোগ এখন সহজলভ্য।当他们已被领导政权视为理想攻击对象的时候。
38যেমন উদাহরণ হিসেবে বলা যায় শিশুদের জন্য গরম কাপড়, জুতা, কম্বল সরবরাহ করার জন্য নাগরিকরা সেভ দি চিলড্রেন-এ , অর্থ দান করতে পারেন. ।有意行动的人可以透过管道帮助叙利亚的孩子们,像是捐款给Save the Children,以提供孩子们保暖的衣物、鞋子和棉被。
39শীতের ত্রাণসামগ্রী- বিশেষত সদ্যজাত শিশুদের জন্য শীতের ত্রাণসামগ্রী এখন সহজলভ্য।专为婴儿设计的冬季急救包现在也得以使用。
40আশা করি যে, এই বিষয়ে আমরা একটা ভিন্নতা গড়ে দিতে পারব, যেমনটা টুইটারে লেয়লা আশা প্রকাশ করেন:期盼我们能改变当地状况,正如同Leila在推特上的希望:
41@লেইলা_না: সেই সব দিনের অপেক্ষায় আছি যে দিন কম্পিউটার খুলে সুন্দর ওই সব শিশুদের নির্মম ভাবে খুন হতে দেখব না #দিসইজসিরিয়া@leila_na:期待有一天打开电脑时,我将找不到任何关于美丽的孩子遭到屠杀的图片。 #ThisIsSyria