# | ben | zhs |
---|
1 | ক্যামেরুন: মহিলা ব্লগাররা যাত্রা শুরু করেছে | 喀麦隆:散居世界的女性博客生活 |
2 | শিক্ষা থেকে স্বাস্থ্য, ফ্যাশন, শিল্প আর সংস্কৃতি আর মহিলাদের ক্ষমতায়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে ক্যামেরুনিয়ান মহিলারা তাদের গল্প ওয়েবে বলছে। যেমন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বসবাসরত বেটি তার গর্ভধারন নিয়ে বেটিস প্রেগ্নেন্সী ডায়রীতে লিখছে। | 从教育、卫生、时尚、艺文到争取权力,喀麦隆女性在互联网上述说生活故事,例如居住在英国曼彻斯特(Manchester)的Betty在博客Betty's Pregnancy Diary里,记录她的怀孕经验。 |
3 | ৩৪ তম সপ্তাহে সে বর্তমান বাজারের অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তা করছে: | 到了第34周时,她提到全球市场信贷风暴的后果: |
4 | অর্থনৈতিক মন্দা আমাদের মাথার উপরে বোমার সাইরেনের মতো ঝুলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা হালকা ভাবে নেয়া যাবে না। | 我觉得信贷危机就像头顶上的空袭警报,可不能轻忽以对,大概只有我嚼碎巧克力棒的声音能盖过它! |
5 | খেয়াল করবেন, ফ্যাশনের বাইরে সশব্দে আমার মাল্টিজার খেয়ে যাওয়ার আওয়াজ শুধু এখানকার অর্থনৈতিক মন্দার আওয়াজের চেয়ে বেশী হচ্ছে! | 我决定要好好考虑选购婴儿用品,不要出门疯狂购物,而要耐心拟定预算和清单,我很懂得如何平衡收支,应该可以帮财政大臣理财。 |
6 | আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চার কেনাকাটার ব্যাপারে আমি খুব সুশৃঙ্খল হবো। | 同样和教养相关,Mabi's World指出祖父母负起照顾孙子女所有责任的困难: |
7 | পাগলের মতো কেনাকাটা না করে, আমি বসে কষ্ট করে লিস্ট আর বাজেট ঠিক করেছি। আমি ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে খুবই ভাল হচ্ছি; আমার ধারনা অর্থমন্ত্রীকে তার বেতন হারাবার জন্য আমি চিন্তিত করে তুলতে পারি। | 在许多家庭与小区里,祖父母总得帮忙照顾孙子女,出于喜悦,他们长途跋涉到孙子女家里,有些祖母甚至远赴海外当「保姆」。 |
8 | সন্তান মানুষ করার ক্ষেত্রে, মাবি'স ওয়ার্ল্ড আলোচনা করেছে সেই সব পিতামহ-পিতামহীরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে যাদেরকে তাদের নাতি-নাতনির পূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে: | |
9 | অনেক বাড়ী আর সমাজের মধ্যে; দাদা-দাদীরা সব সময় তাদের নাতি নাতনীর দেখাশোনা করে থাকে। | 过去是短暂帮忙照顾新生儿,如今父母忙于工作,很多祖父母得完全扛起养育孙子女责任。 |
10 | তারা এতো খুশী হয় যে তারা দীর্ঘ দুরত্ব পার হয়ে আসে তাদের কাছে। কিছু দাদী-নানী বিদেশ পর্যন্ত গেছে বাচ্চার দেখাশোনা করতে। | 这个新创的博客里,也收集了照顾伤寒病患的卫生知识,也在10月5日世界教师节当天,从过世父亲的性格谈到教师应做为领袖: |
11 | কিন্তু ক্রমবর্ধমান সংখ্যক দাদা দাদীর জন্য সদ্যজাত বাচ্চাদেরকে স্বাগত জানানোর জন্যে অল্প সময়ের এই যাত্রা এখন পরিণত হচ্ছে পূর্ণ সময়ের জন্য দেখাশোনার দায়িত্বে, বাবা- মা যেহেতু কাজে ব্যস্ত থাকে। | |
12 | নতুন এই ব্লগার টাইফয়েড জর নিরাময়ের জন্য কিছু পরামর্শ দিচ্ছে আর ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তার মৃত বাবাকে স্মরণ করে বলেছে যে শিক্ষকরাই আসল নেতা: আমার বাবা, টুনিবু জেমস আজেফর, একজন শিক্ষক ছিলেন। | 我父亲Ntunibu James Azefor曾是位老师,他的领导能力很符合教师节这个日子,学生记得他无私、坚决与令人尊敬的性格,全心投入于知识传递。 |
13 | একজন যার নেতৃত্বের গুণ এখনো মানুষ স্মরণ করে। | |
14 | তার ছাত্ররা তাকে এখনো মনে রেখেছে একজন স্বার্থহীন, সম্মানিত আর দৃড়চেতা মানুষ হিসাবে, যিনি জ্ঞান বিতরনের ব্যাপারে নিরলস ছিলেন। তার প্রত্যেকটা ছাত্র যার সাথে আমার দেখা হয় একটা না একটা গল্প বলে যে কি করে তিনি তাদের জীবনকে প্রভাবিত করেছেন। | 每当我遇见他从前的学生,总会听他们说这位老师如何改变自己的人生,在他们口中,这位老师勤奋、有目标、专注、有教学热情,让他们因而获得成功,爬上人生顶端,以InterAction的说法,父亲能「帮助他人完成伟大事业」,这就是领袖。 |
15 | তারা তাকে একজন ভালো শিক্ষক হিসাবে জানে যার অধ্যাবসায়, দূরদৃষ্টি, মনোযোগ আর জ্ঞান আহরন আর বিতরনের তৃষ্না তাদেরকে সফল হয়ে নতুন শিখরে পৌঁছাতে সাহায্য করেছে। কথোপকথনে তাকে বর্ণনা করা হতো “অন্যকে বড় কিছু করতে সাহায্যকারী” হিসেবে। | Mabi azefor Fominyen是喀麦隆国营广播公司CRTV的记者与广播电视播报员,他对于家庭、领袖、性别及女性争取权力议题有兴趣。 |
16 | এটা নেতৃত্ব। মাবি আজেফোর ফোমিনিয়েন একজন সাংবাদিক, ক্যামেরুনের সরকারী প্রচার মাধ্যম (সিআরটিভি) তে রেডিও আর টেলিভিশন উপস্থাপক, যে পরিবার, নেতৃত্ব, লিঙ্গ আর মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে বিশেষ আগ্রহী। | 谈到女性议题,Rosemary Ekosso在沉潜后于九月复出,她并不赞成一夫多妻制,对于英国广播公司报导,奈及利亚有位男性取了86位妻子,她的反应是: |
17 | মহিলাদের বিষয়ে কথা বলতে গিয়ে, রোজমেরি ইকোসো কিছু দিনের বিরতির পর ফিরে এসেছে। সে বহু বিবাহ সমর্থক না আর এই ব্যাপারে সে পরিষ্কার যখন ৮৬ টা বিয়ে করেছে এমন একটা নাইজেরিয়ান লোকের ব্যাপারে সে বিবিসির একটা রিপোর্টের প্রতিক্রিয়া জানায়: | 你我都知道,今日世界里根本没有实行一夫多妻制的理由,我们就别再假装要保护女性利益,但其实自己都明白只是想维护现况,原因若非现况并不危及自己的生活,便是现况对自己有利。 |
18 | আজকের পৃথিবীতে বহুবিবাহের কোন বৈধ অজুহাত নেই, আর আমরা এটা জানি। | 但其中一位读者写下不同的见解: |
19 | আমাদের মহিলাদের অধিকার এইসব ক্ষেত্রে বাঁচানোর ভান ত্যাগ করা উচিত যখন আমরা খুব ভালো করেই জানি যে আমরা আসলে হিসাব রক্ষা করতে চাচ্ছি হয় এটার প্রভাব আমাদের জীবনে নেই তাই বা এটাতে আমাদের সুবিধা হয় তাই। | |
20 | কিন্তু তার একজন পাঠকের দৃষ্টিভঙ্গী তার থেকে আলাদা ছিল আর সে রোজমেরীকে নিচের কথাগুলো বলেছে: | 那些女性有告诉你,她们觉得一切不公平吗? |
21 | মহিলারা কি আপনাকে বলেছে যে এটা তাদের সাথে অন্যায়? | 她们有说自己受强迫吗? |
22 | তাদেরকে জোর করা হয়েছে এমন কোন কথা কি তারা বলেছে? তারা তাদের জীবন ধারা তাদের ইচ্ছা অনুযায়ী বেছে নেয় আর আমাদের কোন অধিকার নেই আমাদের বিশ্বাস তাদের উপর চাপিয়ে দেয়ার যেখানে আমরা তাদের জন্য ‘উপযুক্ত' বিয়ের কথা বলে ভাবি। | 她们自己选择想要的生活方式,我们没有权力将自己「理想的」婚姻模式强加于他人身上,那等同于践踏人的自由意志。 |
23 | এর ফলে মানুষ হিসাবে তাদের মুক্তচিন্তাকে পদদলিত করা হবে। ডুলসে কেমার যে নিজেকে বর্ণনা করে ‘একজন তরুন ক্যামেরুনিয়ান হিসাবে যে নীজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছে' সে একটি নান্দনিক দিক নিয়ে লিখেছে। | 在艺术方面,Dulce Camer自称是「想实践梦想的年轻喀麦隆女性」,她访问Anrette Ngafor,这位32岁的喀麦隆女性新进摄影师很有企图心: |
24 | সে আর্নেটা গাফোরের স্বাক্ষাৎকার নিয়েছে, যে ৩২ বছরের একজন উঠতি ক্যামেরুনিয়ান চিত্রগ্রাহক এবং যার অনেক উচ্চাকাঙ্খা আছে: আমার লক্ষ্য আমার নিজের লেবেল করার, নিজের কোম্পানি, নিজের ব্যবসা আর নিজের স্টুডিও একদিন বানানোর। | 我希望能拥有自己的品牌、公司与工作室,我正在努力,所以这个目标应该已经不远,我希望有天梦想会实现。 |
25 | খুব বেশীদিন লাগবে না কারন আমি কাজ করছি এই লক্ষ্যে আর আশা করছি যে আমার স্বপ্ন বাস্তবায়িত হবে। জার্মানীতে থাকা সংগীত শিল্পী, সঙ্গীত লেখিকা আর মিডিয়া ডিজাইনার- মিনুশার জন্য স্টাইল আর ফ্যাশন আকর্ষণীয় বিষয় লেখার জন্যে। | 住在德国的Menoosha是位歌手、作曲者与媒体设计师,她对风格时尚很有兴趣,在The Pink Post博客里,她认为编发不会让非洲裔女性更美丽: |
26 | দ্যা পিঙ্ক পোস্ট এ সে চুলের বুণনের বিষয় নিয়ে কথা বলেছে যা আফ্রিকান মহিলাদের সৌন্দর্য বাড়ায়না: | 各位非洲姐妹们! |
27 | আমার প্রিয় আফ্রিকান বোনেরা! | 我衷心呼吁各位善待自己的头发! |
28 | আমি আমাদের চুলের বেশী ভালো ব্যবহারের একটা আর্জী করছি!!! সোজা, কোকড়ানো, আসল, নকল, দয়া করে!!! | 无论直发、卷发、真发、假发都一样! |
29 | আসুন আমরা আমদের চুলের সাথে ঠিকমতো ব্যবহার করি!!! | 请善待自己的发型! |
30 | নিজের চুলকে নিজের মতো ভালোবাসুন!!!! | 像爱自己一般爱你的头发! |
31 | সবশেষে মাই আফ্রিকান ফাদার ব্লগ এর বামেন্ডা বেইবস ক্যামেরুন থেকে কয়েকটি রেসিপি দিয়েছে। অনেক বছর আমেরিকায় থাকার পর, এই ব্লগের মাধ্যমে এই মহিলা তার শেঁকড়ের সাথে সংযুক্ত হতে চায় ক্যামেরুনের বিভিন্ন পদের রান্নাবান্না করে: | My African Father博客的Bamenda Babe's提供几道喀麦隆食谱,在美国生活多年后,她用这个博客与自己的根源相连,煮几道喀麦隆菜也是一种方式: |
32 | আমেরিকায় কোহকি-কর্ণ তৈরি করা বেশ বড় ধরনের কসরতের কাজ। মানুষ কোথায় থেকে কলা পাতা পাবে কোহকিকে মুড়ে ভাপে দেয়ার জন্য? | 要在美国煮kohki-corn这道菜需要特技,谁在美国能找到芭蕉叶? |
33 | আর এর আগে- সব কিছুর আগে- কোথায় থেকে ওই বীজ পাওয়া যাবে যাতে কাজ হবে? | 我们需要它包裹kohki拿去蒸,更重要的是,谁在美国能找到适合的玉米? |
34 | এখানে দোকানে যে বীজ পাওয়া যায় তা বেশী নরম, বেশী পানি থাকে তাতে আর অনেক বেশী মিষ্টি। | 店里卖的玉米太软、太甜、水分太多,还有谁能找到新鲜芋头叶? |
35 | এখানে কোন তাজা কোকোয়াম পাতা কি পাওয়া যায়? | 校对:nairobi |