# | ben | zhs |
---|
1 | গুয়াতেমালা: গণহত্যা থেকে বেঁচে যাওয়া জেসুস টেকুর কর্মকাণ্ড | 危地马拉:大屠杀幸存者的奋斗 |
2 | মায়া আচি অ্যাক্টিভিস্ট জেসুস টেকু অসারিও গণহত্যা থেকে বেঁচে আসা এক ব্যক্তি, শিশু বয়সে সে ছিল রিও নেগ্রো গণহত্যার এক সাক্ষী। এটি ছিল গুয়াতেমালার সশস্ত্র সংগ্রামের ইতিহাসে এক জঘন্য হত্যাকাণ্ড। | Maya Achí运动成员特古(Jesús Tecú Osorio)是位幸存者,他儿时曾目睹危地马拉武装冲突史上重大的Río Negro Massacre屠杀行动,他的许多朋友、两岁弟弟、双亲都遇害,他曾与17位幸存儿童被迫劳动,为杀害弟弟的凶手做家庭帮佣。 |
3 | তার অনেক বন্ধু, তার দুই বছর বয়স্ক ছোট ভাই এবং তার তরুণ বাবা-মাকে হত্যা করা হয়। | |
4 | সে ও তার সাথে বেঁচে যাওয়া ১৭ জন শিশুকে কিছু সময় জোর করে কাজ করানো হয়। | 照片由本文作者拍摄 |
5 | যে লোকটি তার ভাইকে মেরেছিল তার বাসায় টেকু কাজ করতে বাধ্য হয়। ছবি রেনাটা অভিলা | 多年后,他的监护权回到姐姐手中,特古开始挖掘大屠杀留下的乱葬岗,才终于让其中三名罪犯遭判刑,对于国内外保存历史记忆与追求正义,这都是一项重要工作。 |
6 | কয়েক বছর পর টেকু তার বোনের বাসা থেকে বের হয়ে আসে। গণহত্যায় যারা মারা গেছে টেকু তাদের শরীরের অবশিষ্ট অংশ কবর থেকে তুলে এনে পরীক্ষা করে। | 特古写下名为《Río Negro大屠杀记忆》的著作,讲述自己身为战火幸存孤儿的经验,Tadeo说明特古所记录的故事内容: |
7 | এই ঘটনার ফলে যারা এই গণহত্যায় অংশ নিয়েছিল, তাদের ৩ জনকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়। | |
8 | ঘটনাটি স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে ন্যায় বিচার প্রতিস্থাপিত করণ ও ঐতিহাসিক ঘটনাবলি সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। টেকু একটি বই লিখেছেন যার নাম “রিও নেগ্রো গণহত্যার স্মৃতি” যা যুদ্ধ থেকে বেঁচে আসা এক গৃহহীন শিশুর অভিজ্ঞতা। | 军方与民兵包围所有妇孺,指控他们与民兵合作,这些妇孺因而遭到强暴、虐待与谋杀,1982年3月13日,共有177人在 Río Negro遭到屠杀,其中包括107名孩童,少数幸留者(多为小男孩)则被迫成为奴隶,屠杀事件幸存者特古记录自己在Xococ PAC部队领袖手下为奴的经验,该名领袖当初将弟弟一把从特古怀中抓走,在特古面前用脚踩着婴儿,并用石块猛砸婴儿的脑部,因为他的妻子「不习惯照顾这么 小的孩子」。 |
9 | তাডেও নামক ব্লগার টেকুর গল্পের আরো বিস্তারিত ব্যাখ্যা করেন: সেদিন সামরিক ও আধা সামরিক বাহিনী মহিলা ও শিশুদের ঘিরে ধরে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনে তারা গেরিলাদের সাহায্য করছে। | 特古与许多人不同,因为他仍留在社区里,帮助民众争取人权,他率领一个法律中心,帮助贫困又知识不足的民众争取权益,在特古与其他内战幸存者奋斗下,成立「新希望基金会」,成立宗旨载于博客[西文]上: |
10 | তারা এক সাথে সবাইকে ধর্ষণ, অত্যাচার ও খুন করার জন্য এগিয়ে যায়। ১৯৮২ সালের ১৩ মার্চ রিও নেগ্রোর হত্যাকাণ্ডে ১৭৭ জনকে মারা হয়, যাদের মধ্যে ১০৭ জন শিশু্ও ছিল। | 我们相信唯有为孩子提供高品质教育,才能对抗人性偏狭,为国家建立真正的和平,并改善社区生活品质,许多过往暴力幸存者至今仍生活在赤贪中。 |
11 | যে অল্প কয়েকজন এই ঘটনা থেকে বেঁচে যায়, যাদের বেশীরভাগই অল্প বয়স্ক বালক, তাদের জোর করে দাসত্ব মূলক শ্রমে যুক্ত করা হয়। | |
12 | রিও নেগ্রোর ঘটনায় বেঁচে যাওয়া জেসুস টেকু বর্ণনা করেন জাকোক প্যাক এর এক নেতা তাকে দাস বানিয়ে ফেলে, যে তার ছোট ভাইয়ের হাত কেটে টুকরো করে এবং পা দিয়ে লাথি মারে, তার সামনে তার ছোট ভাইয়ের মাথা পাথরে আছাড় মারে, কারণ তার স্ত্রী এত ছোট একটা বাচ্চাকে বহন করতে সক্ষম ছিল না। | |
13 | টেকুর ঘটনা অন্যদের থেকে আলাদা, কারণ সে তার সম্প্রদায়ের মধ্যে থেকে গেছে, যাতে সে তাদের মানবাধিকার লড়াই-এ সাহায্য করতে পারে। সে দরিদ্র মানুষ ও অল্প শিক্ষিত লোকজনদের আইনী সহায়তা দেবার জন্য এক কেন্দ্র খুলছে, যাতে তারা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। | Achí族还在其他类似计划进行中,除了缅怀过去,亦为庆祝文化,最近亦在Rabinal镇设立Riij Ib'ooy中心,让更多人瞭解屠杀事件历史,也帮助民众认识这个马雅部族的文化与光荣历史,特古接受「危地马拉国际合作计划」访问时,他说明Rabinal当地情况极为复杂,因为加害人与被害人生活在同一个小村庄的空间中。 |
14 | গুয়াতেমালার গৃহযুদ্ধ থেকে বেঁচে আসা টেকু এবং তার মত লোকজন মিলে সৃষ্টি করেছেন নিউ হোপ ফাউন্ডেশন (এফএনএফ)। তাদের উদ্দেশ্য কি এই বিষয় সম্বন্ধে জানা যাবে তাদের ব্লগে [স্প্যানিশ ভাষায়] : | 「Youth Helping Youth」组织的Christina Gray在博客中,描述特古如何向访客讲解当地的故事: |
15 | আমরা বিবেচনা করি আমাদের সন্তানদের কেবল মান সম্মত শিক্ষা প্রদানই আমাদের উপেক্ষার বিরুদ্ধে লড়াই করা, দেশটিতে সত্যিকারের শান্তি বয়ে আনা এবং আমাদের সম্প্রদায়ের লোকদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটানো সম্ভব, গণহত্যার ঘটনা থেকে বেঁচে যাবার পর অনেকে প্রচণ্ড দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে। | |
16 | আচি সম্প্রদায়ের মধ্যে অতীতকে স্মরণ করার এরকম আরো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তারা এটি নিজস্ব সংস্কৃতির মাধ্যমে তা পালন করছে। | |
17 | আচি সম্প্রদায় সম্প্রতি রাবিনাল শহরে রীজ ইবো'ই সেন্টার নামের এক প্রতিষ্ঠান তৈরি করছে, যেখানে লোকজন এই গণহত্যা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে এবং একই সাথে তারা এই মায়া সম্প্রদায়ের গৌরব ময় সংস্কৃতি ও অতীত সম্বন্ধে জানতে পারবে। | |
18 | কো অর্ডিনেশন ফর ইন্টারন্যাশনাল একোম্পানিমেন্ট ইন গুয়াতেমালার (একুগুয়াতে) সাথে এক সাক্ষাৎকারে টেকু ব্যাখ্যা করেছেন, রাবিনালের পরিস্থিতি খুবই জটিল, যখন থেকে এই অপরাধ ঘটেছে এবং যারা এর শিকার, তারা সেই একই ছোট্ট গ্রামে জায়গা ভাগাভাগি করে বাস করছে। | |
19 | ক্রিস্টিনা গ্রের প্রতিষ্ঠানের নাম ইয়োথ হেল্পিং ইয়োথ। তিনি তার ব্লগে বলছেন কি ভাবে টেকু সেখানে আসা ভ্রমণকারীদের গ্রামের মানুষদের অবস্থা বর্ণনা করছে। | 星期天下午,代表团、实习生与联络员与特古见面,他是1982年Río Negro大屠杀事件幸存者,向我们讲解Rabinal及邻近地区的历史,这些纪念碑让人怀念屠杀受害者,让当地与外籍人士记得这些生命已亡佚,不要顺从政府意志遗忘这些事件。 |
20 | রোববার সকালে, প্রতিনিধি দল, উদ্বাস্তু শিবিরের বাস করা ব্যক্তি এবং উভয়ের মধ্যে যিনি সঞ্চালক হিসেবে কাজ করেছেন, তারা সবাই জেসুস টেকুর সাথে সাক্ষাৎ করেন, যিনি একজন মায়া আচি ভাষী ব্যক্তি এবং তিনি ১৯৮২ সালে সংঘটিত রিও নেগ্রো গণহত্যা থেকে বেঁচে যান। | |
21 | তিনি আমাদের শোনাচ্ছেন রাবিনাল এবং প্রতিবেশী সম্প্রদায়ের কিছু ইতিহাস, যা সেই সব মুহূর্তের ধারক, যেখানে সে সকল গণহত্যা সংঘটিত হয়েছিল। | |
22 | এই সকল মুহূর্ত এই সম্প্রদায় ও বিদেশীদের স্মরণ করিয়ে দেয়, সেই সমস্ত ব্যক্তিদের কথা, যারা এই গণহত্যাকাণ্ডে মারা গেছে এবং যখন সরকার এই বিষয়টি সকলের কাছে বিস্মৃতির অতলে তলিয়ে দিতে চায়, তখন এই প্রচেষ্টা সেই বিষয়ের বিরুদ্ধে কথা বলে ওঠে। | |
23 | এই কাজের জন্য টেকু রিবক মানবাধিকার পুরস্কার পেয়েছেন, এই প্রত্যক্ষদর্শী ভিডিওতে তিনি ন্যায়বিচার অর্জনের পথে যে সমস্ত সমস্যাকে মোকাবেলা করেছেন সেগুলোর কথা উল্লেখ করেন: | |
24 | টেকু এবং আচি সম্প্রদায়ের লোকের নেওয়া উন্নয়ন পরিকল্পনা সত্বেও, সমস্যা থেকেই যাচ্ছে। | 特古因他的努力而获得Reebok人权奖,在以下画面中,特古说明争取正义的过程: |
25 | গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজন এখনো গুয়াতেমালা সরকারকে চাপ প্রদান করছে এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি প্রদান করার জন্য, যা কালেকটিভো গুয়াতেমালা ব্লগে প্রদর্শন করা হয়েছে। | |
26 | সে ঘটনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি তাদের কাজের মধ্যে দিয়ে ত্রাস সৃষ্টি করেছিল। সম্প্রতি টেকুকে ভয় দেখানোর জন্য ফোন করা হয়েছিল। | 虽然特古与Achí部族的奋斗有所成果,相关工作仍得持续,Colectivo Guatemala博客指出,幸存者仍要求危地马拉政府审判加害人,有些人也因此遭到恐吓。 |
27 | গুয়াতেমালা সলিডারিটি নেটওয়ার্কের পাড ডানিয়েল এই সংবাদটির কথা বর্ণনা করেছেন: | 最近特古接到恐吓电话,Guatemala Solidarity Network的Padd Daniel提及此事: |
28 | ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বরের এক বিকেল বেলা, মানবাধিকার কর্মী জেসুস টেকু অসরিও তার ব্যক্তিগত মোবাইল ফোনে অচেনা এক নম্বর থেকে এক ফোন পান, যে ব্যক্তি তার সন্তানদের অপহরণ, অত্যাচার ও তাদের কেটে টুকরো টুকরো করার ভয় দেখায়, তার প্রত্যেকটি ছেলেকে একই অবস্থা করবে বলে সে হুমকি দেয়। | |
29 | উক্ত ফোন করা ব্যক্তি জানায় যে, সে জানে জেসুস কোথায় তার ছেলেমেয়ে এবং সন্তানসহ বাস করে এবং তার বড় ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের অবস্থানও সে জানে। গুয়াতেমালার অনেক মানবাধিকার কর্মীর মতো তাকেও বছরের পর বছর অনেক বার খুন করার হুমকি দেওয়া হয়েছে। | 9月14日下午,人权斗士特古用私人手机接到一通电话,未具名的恐吓者扬言若特古不照着指示令,将绑架、虐待与肢解特古所 有孩 子,来电者证明他知道特古全家住处在哪里,也知道长子就读哪一间学校;特古与许多危地马拉人权斗士一样,多年来都接到许多死亡威胁,但警方从未详加调查, 不过特古从不会让这些恐吓阻碍人权工作。 |
30 | কিন্তু জেসুস এইসব ভয়ে ভীত হয়নি, সে তার মানবাধিকারের কাজ চালিয়ে গেছে। গুয়াতেমালার সামাজিক পরিবর্তনের সমস্যায় এই শান্তিপূর্ণ কর্মকাণ্ড এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। | 在危地马拉追求社会变革的过程中,非暴力行为一直扮演重要角色,特古等地方运动人士即为一例,然而近期的恐吓电话也证明,未来还有许多进步空间。 |
31 | তবে এই রকম ভয় দেখানো ফোন করার কারণে এটি পরিষ্কার বোঝা যায় যে, এই ব্যাপারে আরো অনেক কাজ করতে হবে। | 校对:Soup |