Sentence alignment for gv-ben-20090807-4864.xml (html) - gv-zhs-20090809-3408.xml (html)

#benzhs
1ইন্ডিগোগো: স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য তহবিল সঞ্চয়独立导演募款网站IndieGoGo
2ইন্ডিগোগো হচ্ছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একটি প্লাটফর্ম独立影片平台IndieGoGo
3পুলসো সোশাল-এর বেনজামিন বিউইক আমাদের মনোযোগ আকর্ষণ করে লিখেছেন ইন্ডিগোগো নামের এক ওয়েবসাইট সম্পর্কে, যেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তাদের ছবির জন্য তহবিল সংগ্রহ করতে ও প্রচারণা চালাতে পারে।
4তার এই পোস্টে তিনি আমাদের তিনটি ল্যাটিন আমেরিকার চলচ্চিত্রের উদাহরণ তুলে ধরেন, যারা এই সাইটের মাধ্যমে সুবিধা লাভ করেছে।Pulso Social网站的Benjamin Bewick让我们注意到,独立导演可透过IndieGoGo网站募款及宣传影片,他在文中提到拉丁美洲三项运用此项系统的案例:
5ডোমিনিকান রিপাবলিক থেকে “পেলোটেরো”, মেক্সিকোর “চেঞ্জেস লাইভস” এবং বলিভিয়ার “ডিজিটাল আইমারা” সেই সমস্ত চলচ্চিত্র, যেগুলো এই স্বাধীন চলচ্চিত্রকারদের জন্য তৈরি করা ওয়েবসাইট থেকে সুবিধা লাভ করেছে।
6ইন্ডিগোগো আমেরিকার চলচ্চিত্র বিনিয়োগকারী ও সমর্থকদের আকর্ষণ করার জন্য বানানো হয়েছে। যখন চলচ্চিত্র প্রি- প্রোডাকশন বা কাগজে কলমে, ভাবনায় তৈরি হতে থাকে তখন এই সাইট সাহায্যের হাত বাড়ায়।多米尼加的Pelotero、墨西哥的Changes Lives、玻利维亚的Digital Aymara等影片都利用独立网站IndieGoGo,在影片制作期间便藉以吸引美国的投资人及影迷。
7কি ভাবে এই সমস্ত স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা ইন্ডিগোগোকে ঠিকভাবে ব্যবহার করে?这些独立导演究竟如何运用这个网站?
8উদাহরণ হিসেবে বলা যায় পেলোটেরো তাদের প্রোফাইল পাতায় তথ্যচিত্রের কিছু সংক্ষিপ্ত অংশ তুলে দেয়। তাদের কাছে অনেকগুলো ঠিকানা রয়েছে, যেখানে ছবির প্রচারণা চালানো সম্ভব, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, যেমন ফেসবুক অথবা নিছক ছবির অংশ বিশেষ কোন বন্ধুর কাছে ইমেইল করা, অথবা নিজের ওয়েব পাতায় এ রকম কোন ঠিকানা যোগ করা।例如Pelotero在 档案页面上,便提供这部记录片的节录画面,亦列出各种网络工具,让人们可在Twitter及Facebook等社会网络上宣传影片,或直接寄送电子邮件给 朋友,或在个人页面上加入这些工具,另列出影片所需的赞助,这部作品已成功募得2000美元,现在需要10000美元进行后制、剪接、配乐等;网页上还有 公告区,通知影迷各项进度,并连结至官方网站及Facebook页面。
9একরকম একটি দল রয়েছে, যারা বলে দেবে এই ছবির জন্য কি করা প্রয়োজন: পেলোটেরোর ক্ষেত্রে বলা যায়, তারা ইতোমধ্যে ২০০০ ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করতে পেরেছে এবং পোস্ট প্রোডাকশন, এডিটিং বা সম্পাদনা, সঙ্গীত পরিচালনা ইত্যাদির জন্য ১০০০০ ডলার প্রদানের অনুরোধ জানিয়েছে।
10তাদের পাতায় একটা বিশেষ ট্যাব বা চাবি রয়েছে, যেখানে তাদের এই ছবির নির্মাণের ব্যাপারে সব সময় ঘোষণা আসছে এবং তাদের নিজস্ব সাইটে ও ফেসবুকের পাতায় প্রবেশের বিশেষ লিঙ্ক রয়েছে।
11এখানে তাদের ছবির কিছু সারাংশ: ভিমেও থেকে রোজ ফিনকেলের ছবি দি মেক্কা অফ বেসবল以下为影片节录画面:
12ইন্ডিগোগোতে আপনি দেশ, শহর, তারিখ, রেটিং (মান) কত টাকা দরকার বা ফান্ডিং এর লক্ষ্য ধরে প্রকল্প খুঁজতে পারেন এবং তার সাথে কাজের ক্ষেত্রে কত শতাংশ তহবিল সংগ্রহ হল তাও জানতে পারবেন। এছাড়া সারা পৃথিবীতে আর কি এমন উদ্যোগ হচ্ছে?使用者亦可在IndieGoGo网站上,以国家、城市、上传日期、评分、募款情况、募款目标及募款达成比例等选项进行搜寻,网站内有哪些世界其他地区的作品?
13ইন্দোনেশিয়া থেকে তুলে ধরছি জালানান নামে একটি তথ্যচিত্রকে। এটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তিনজন সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে তৈরি।印度尼西亚的JALANAN记录在首都雅加达(Jakarta)内,三位街头音乐家在公车上演奏的情况,制作单位已获ITVS的拍摄奖助金,现在则需资金完成制作工作:
14এই তথ্যচিত্রের শিল্পীরা জাকার্তার বাসে বাসে গান গেয়ে বেড়ায়। ছবিটি ইতোমধ্যে আইটিভিএস থেকে চলচ্চিত্র নির্মাণের বিশেষ অনুদান পেয়েছে।「JALANAN」(街头)一作记录Boni、Ho及Titi的故事,透过这三位具天分与魅力的公车音乐家,透露当代印度 尼西亚广泛不 为人知的故事,影片细腻描绘年轻音乐家的生活以及古怪次文化,亦刻画印度尼西亚疯狂首都原始、幽默及写实的一面。
15তাদের এই ছবি শেষ করার জন্য এখন নগদ টাকা দরকার। জালনান (রাস্তার পার্শ্বে) বনি, হো এবং তিতির আকর্ষণীয় গল্প - বাসে বাসে গান গাওয়া এই ত্রয়ী খুবই গুণী এবং ব্যক্তিত্বসম্পন্ন - এবং তাদের সাথে একটা ব্যাপক অজানা সমসাময়িক ইন্দোনেশিয়ার গল্প উঠে এসেছে।制作单位跟随三人,记录在通勤公车上演唱 反映社 会不满的歌曲、论辩政治、在季风雨水灾时逃离在隧道的住处,还遭警方扣留。
16জালানান ঘনিষ্ঠভাবে এই তরুণ গায়কদের জীবন ছবি তুলে ধরেছে এবং কৌশলী বা জটিল উপ- সংস্কৃতির কথা, একই সাথে তা ইন্দোনেশিয়ার উন্মত্ত রাজধানী শহরকে নিয়ে এসেছে, একই সারিতে, রসিকতাপূর্ণ এবং নিষ্ঠুর রকমের সৎ।
17জালানান তিনজন গায়ককে এক সাথে তুলে আনে, যারা সামাজিক উৎকণ্ঠা নিয়ে শহর পরিভ্রমণ করা বাসে গান গেয়ে বেড়ায়, রাজনীতি নিয়ে বিতর্ক করে, তারা তাদের গর্তের মতো ঘর ছেড়ে পালিয়ে আসে, যখন এক মৌসুমী বন্যায় ঘর ডুবে যায় এবং অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে।
18এটি তাদের বাড়ি পূর্ব জাভার গ্রাম পর্যন্ত অনুসরণ করে এবং এই নতুন শহরে তাদের বৈধতা, পরিচয় ও ভালবাসার এক দারুন পরিপ্রেক্ষিত সৃষ্টি করে।
19এছাড়াও রয়েছে ফ্রন্টরানার, একটি তথ্যচিত্র, একজন মহিলা সমন্ধে যিনি আফগানিস্তানের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চান।镜头亦跟随他们回到位于爪哇东部的家乡,记录他们在当地追求合法性、身份与爱的 经历。
20ফ্রন্টরানার এক উত্তেজনাপূর্ণ যাত্রা ইতিহাসের এক মুহূর্তের মধ্যে দিয়ে।Frontrunner这部记录片则以一位阿富汗女性总统候选人为主题:
21এটি এক মহিলার ইচ্ছা প্রকাশ, আফগানিস্তানের মতো দেশে প্রথম গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবার ইচ্ছা। সংঘাত পূর্ণ অঞ্চলে বিদ্যুৎ গতিতে সব চিনে নিতে হয়, সেখানে চলচ্চিত্রকার ভার্জিনিয়া উইলিয়ামস একটি পরিষ্কার ছবি আঁকাতে চান ডা: মাসোদা জালালের।这趟迷人旅程是段历史时刻,一位女性希望成为阿富汗首位民选总统,Virginia Williams导演机警地越过各种困难,记录Massouda Jalal博士的动人身影,她是位小儿科医师、也是三个孩子的母亲,为了争取领导这个伊斯兰风俗严格的社会,面临种种几乎无法克服的挑战。
22ডা: জালাল একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও তিন সন্তানের জননী, যিনি পাহাড় সমান সমস্যাকে মোকাবিলা করেন, স্থির হয়ে থাকা মুসলিম সমাজকে নেতৃত্ব দিতে চান।
23নীচে, এই ছবির আট মিনিটের একটা সার সংক্ষেপ রয়েছে, যা চেষ্টা করছে ৫০০০ ডলারের এক তহবিল সংগ্রহের।以下是该片的8分钟预告,希望募集5000美元供发行及宣传之用,并希望加上各地语言字幕,在阿富汗及其他开发中国家的行电影院播映。
24এই পরিমাণ টাকা এই চলচ্চিত্রের বিতরণ ও প্রচারণার জন্য ব্যয় করা হবে। একই সাথে এই চলচ্চিত্রের সাবটাইটেল বা কথাকে স্থানীয় ভাষায় রূপান্তরিত করা হবে এবং তা ভ্রাম্যমাণ সিনেমার মাধ্যমে আফগানিস্তান ও অন্য উন্নয়নশীল বিশ্বে দেখানোর জন্য দেওয়া হবে।更多关于IndieGoGo网站运作及参与方式请见此,导演们亦可运用该网站博客,其中提供各项选拔、竞赛、活动,甚至有知名导演Roberta Marie Munroe每个月提供指导,例如怎么让短片保持新鲜,还有各种幽默例子,举出最常见的老掉牙情节,若想让作品鹤立鸡群,就千万别使用。
25ইন্ডিগোগোর কাজ কি ও কি ভাবে এখানে অংশ নিতে হবে জানতে চাইলে এ সম্বন্ধে আরো পড়ুন।校对:Soup
26যার চলচ্চিত্র বানায় তাদের জন্য অনেক সম্পদ জোগাড় করে দেয়, তাদের ব্লগে, যখন তারা তাদের চলচ্চিত্রে নির্মাণাধীন অংশের কাজ করে, উপাদান এবং কর্মকাণ্ড তুলে ধরে এবং এমনকি একটি মাসিক সংস্করণরয়েছে, যার প্রতিষ্ঠাতা রবার্টা মারিয়ে মুনরো, এতে জানা যায় যে কি ভাবে শর্ট ফ্লিম তাজা রাখা যায়।
27যার মধ্যে এক আনন্দচ্ছোল উদাহরণ রয়েছে, যে বেশীর ভাগ দৃশ্য যদি জরাজীর্ণ হয়ে যায় তা হলে আপনি তা আপনার ছবিতে যুক্ত করতে চাইবেন না, যদি আপনি তার থেকে বেরিয়ে আসতে চান (এক ভালো উপায়ে)।