# | ben | zhs |
---|
1 | কোস্টা রিকা: রাষ্ট্রপতি নির্বাচনের উপর তৈরি করা ছবি-প্রবন্ধ | 哥斯达黎加:总统选举图文 |
2 | কোস্টা রিকার ছবি সংগ্রহকারী প্রতিষ্ঠান নোমাডা কালেকটিভা (নোমাড কালেকটিভ) সম্প্রতি স্প্যানিশ ভাষায় এক ছবি-প্রবন্ধ [ফোটো এসে] তৈরির কাজে নিজেদের নিয়োজিত করেছিল। এবারের ছবি-প্রবন্ধের বিষয়টি ছিল, কিছুদিন আগে হয়ে যাওয়া কোস্টা রিকার রাষ্ট্রপতি নির্বাচন, যা গত ৭ই ফেব্রুয়ারি, ২০১০-এ অনুষ্ঠিত হয় এবং এতে লরা চিনচিলা জয়লাভ করে। | 哥斯达黎加于2月7日举行总统大选,由秦齐亚(Laura Chinchilla)当选国内首位女总统,该国摄影团体「Nomada Colectivo」为此制作专文,呈现成员于投票日街头记录的画面。 |
3 | তিনি কোস্টা রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। | 照片来自Nomad Collective,经许可后使用 |
4 | ছবি সংগ্রহকারী (কালেকটিভের) সদস্যরা ছবি তোলার জন্য নির্বাচনের দিন রাস্তায় নেমে পড়ে। | 成员Jenny Cascante在专文中写道: |
5 | ছবি নোমাড কালেকটিভের তোলা এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। জেনি কাসকানটে ছবি সংগ্রহকারী প্রতিষ্ঠাটির একজন সদস্য। | 每隔四年,一般民众便有机会做出对国家最好的决定,但这项公民义务如同安慰剂,没有什么所谓的良好集体决定。 |
6 | তিনি সেদিনকার ঘটনার কথা ছবি-রচনার লেখার অংশ তুলে ধরেছেন [স্প্যানিশ ভাষায়]: গণতন্ত্র অনেকটা কমলা রং-এর এক তুলি, যা ব্যবহার করে আমরা সবাই রং করতে চাই, কিন্তু একই সাথে আমরা যে কারো হাতে পরিবর্তনের তুলিটিকে তুলে দিই। | 选举制度被设 计成执 行多数人意志,但并不代表所有民众,而总是代表同一群人;我们自愿接受这种严重不良的利益分配,也总是依循传统与弃权之间挣扎,好像强制演出的儿童话 剧。[ …] |
7 | সবশেষে থাকে কিছু পুতুল: সেই পুতুলগুলো আসলে আমরা। | 民主就像是人人都想要用的橘色蜡笔,但得用一切来交换,最后我们自己便成为傀儡。 |
8 | ছবি নোমাড কালেকটিভের এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | 校对:Soup |