# | ben | zhs |
---|
1 | ফিলিপাইনস: রাজবন্দী অনলাইনে কারা দিনলিপি লিখছেন | 菲律宾:政治犯的網絡狱中日记 |
2 | ফিলিপিনো কর্তৃপক্ষ কর্তৃক অন্তরীণ একজন ফিলিপিনো শিল্পী, সাংবাদিক এবং বিচ্ছিন্নতাবাদী তাঁর কারা জীবনের অভিজ্ঞতা এবং এর প্রভাবের বিষয়ে একটি ব্লগ তৈরি করেছেন। | |
3 | তাঁর পরিবার, বন্ধু-বান্ধব, সহ-শিল্পীবৃন্দ, লেখকগণ এবং সুশীল সমাজের সমর্থকেরাও তাঁর মুক্তির দাবীতে নেট প্রচারণা শুরু করেছেন। | |
4 | ২০১১ সালের ১৩ফেব্রুয়ারি পূর্ব ফিলিপাইনসের সামার দ্বীপের সান জর্জ শহরের দিকে এরিকসন আকোস্টা যখন যন্ত্র চালিত নৌকায় করে যাচ্ছিলেন তখন তাঁকে দেশের সশস্ত্র বাহিনী গ্রেফতার করে। | |
5 | মজার বিষয় হল ল্যাপটপ নিয়ে দেশের প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। | |
6 | গ্রেফতারকারীদের দাবী তিনি আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট আন্দোলনের একজন শীর্ষ নেতা। | |
7 | যাহোক এটা আর হাস্যকর বিষয় নয়। বিগত গ্লোরিয়া ম্যাকাপাগাল-আরোয়োর শাসনামলে ঐ এলাকায় ১২৬ টি বিচার বর্হিভূত হত্যাকাণ্ড এবং ২৭ জন ব্যক্তি নিখোঁজ হন। | 菲律宾一名艺术家、记者兼社运人士自从遭政府拘禁后,便成立博客,记录自己的监狱体验及想法,他的亲友、其他艺术家、作家和一般民众也运用網絡,四处为他奔走,希望让他获释。 |
8 | গ্রেফতার হওয়ার সময় আকোস্টা ঐ এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিখছিলেন। সেনাসদস্যরা আকোস্টাকে কৌশলগত জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বিরুদ্ধে অবৈধ বিস্ফোরক রাখার অভিযোগ আনে। | 2011年2月13日,亚哥斯塔(Ericson Acosta)正准备驾驶汽艇,前往菲律宾东部岛屿萨马(Samar)的偏远乡镇圣荷黑,却遭到军方逮捕,现场人士还取笑他带着电脑去乡间,但他遭指控为地下共产运动领袖一事,却令人完全笑不出来。 |
9 | সুশীল সমাজের দল, লেখক, শিল্পী, তাঁর পরিবার এবং বন্ধু- বান্ধবেরা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এবং তাঁর নিঃশর্ত, দ্রুত মুক্তি দাবী করেন। | |
10 | সামারের কালবায়গ শহরের উপ - প্রাদেশিক কারাগারে তাঁকে অন্তরীণ রাখা হয়েছে। | |
11 | মানবাধিকার বিষয়ে সহায়তাকারী কারাপাতান- এর মতে, ডিসেম্বর ৩০, ২০১০ থেকে ফিলিপাইনসের কারাগারে অন্তরীণ থাকা ৩৫৩ জন রাজবন্দীর সঙ্গে যুক্ত হওয়া আকোস্টা আরও একজন রাজবন্দী। | |
12 | মার্কোসের স্বৈরতন্ত্রের সময় থেকে অদ্যাবধি দেশের সকল রাজবন্দীর মুক্তির দাবীর পক্ষে প্রচারণা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। | |
13 | দরিদ্রদের জন্য কর্মসংস্থান, সম্পদের সুষম বন্টনের জন্য যে সব সামাজিক সক্রিয়তাবাদীরা কাজ করছেন তাঁদের অপদস্থ করা, অন্তরীণ রাখা এমনকি হত্যা করা ক্ষমতাসীন দলের দীর্ঘদিনের অনুশীলনে পরিনত হয়েছে। | |
14 | এরিকসন আকোস্টার মুক্তি সংক্রান্ত প্রচারণায় একটা নতুন বিষয় যুক্ত হয়েছে আর তা হল তাঁর মুক্তির দাবীতে ব্যাপক মাত্রায় অনলাইন হাতিয়ারগুলোর সৃষ্টিশীল ব্যবহার। | |
15 | ইতালীয় দার্শনিক আন্তোনিও গ্রামসী ছাড়া নোটস্ক্যান প্রকাশের জন্য আর কে প্রায় তিন দশক পর্যন্ত অপেক্ষা করবে, এরিকসন আকোস্টার নিজস্ব কারা রোজনামচা নিয়মিত অনলাইনে আকোস্টাপ্রিজনডায়েরি. ব্লগপোস্ট. | 前总统艾洛优(Gloria Macapagal-Arroyo)执政时期,当时共有126人未经司法程序遭到杀害,另有27人失踪,亚哥斯塔被捕时,正在为当地撰写人权报告书。 |
16 | কম-এ পোস্ট করা হয়। গত ১৩এপ্রিলে জেল হাউজ ব্লগ-এ কারাগারে আকোস্টার অভিজ্ঞতার কথা তাঁর লেখনী থেকে তুলে ধরা হয়: | 军方讯问他后,以非法持有爆裂物罪名起诉,民间团体、作家、艺术家和他的亲友均严正驳斥不实,要求政府立刻无条件释放他。 |
17 | আমি মনে করি আমার বর্তমান কারা জীবনে আমি এখনো ঠিকমত অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। দিনের বেলা লেখা আমার কাছে প্রায় অসম্ভব বলে মনে হয়। | 亚哥斯塔目前仍监禁在萨马地区的Calbayog市监狱,人权联盟KARAPATAN指出,除了他之外,至2010年12月30日为止,菲律宾监狱内尚有353名政治犯。 |
18 | সেলের ভিতর তাপমাত্রা স্রেফ দুর্বিষহ- এখানকার সেলে কোন সিলিং নেই, একমাত্র জানালাটি এক বর্গফুটের চাইতেও ছোট আর আমার টারিমাটি (tarima) ঠিক দুটো কাঠ কয়লার বিরতিহীন চুলার ঠিক পাশেই। | |
19 | বাইরের কোলাহল অত্যন্ত উত্তেজিত- কখনো প্রাণবন্ত,কখনো তীব্র। ১২ জন কাসোকার( সহ কারাবন্দীর) সঙ্গে শ্বাসরুদ্ধকর, শীর্ণ জায়গায় বসবাস সত্যিই দুর্বিষহ। | 起自前总统马可仕(Ferdinand Marcos)独裁时代,菲国政坛便不时出现要求释放所有政治犯的运动,执政党长期骚扰、恫吓、甚至杀害批评政府的人士及社运份子,阻止他们争取缩短贫富差距及增加贫民权力。 |
20 | অথবা গত ১৭ এপ্রিলে তাঁর লেখা: | |
21 | এখানে কারবন্দীদের কাছে অনেক অর্থে দালাও (দেখতে আসা), হানজিন(বাতাস) এবং প্রত্যাশা প্রায় সমার্থক। পরিদর্শন এলাকা বা দালাওয়ান সাধারণ সেলের প্রায় তিনগুণ প্রশস্ত। | 此次要求释放亚哥斯塔的运动中,民众大量运用網絡工具,这一点与过去相当不同,相较于义大利哲学家Antonio Gramsci得等待近30年才出版《监狱手记》,亚哥斯塔的狱中日记定期刊登在acostaprisondiary.blogspot.com博客中。 |
22 | এ স্থানটি পর্যায়ক্রমিক ভাবে পাহানগিনান হিসেবে কাজ করে। | 其中记录许多监狱体验,例如4月13日的文章提及: |
23 | সপ্তাহে একদিন প্রত্যেক সেলের গড়ে প্রায় ১২ জন সহ কারাবন্দী বা সেলমেটেদের এখানে কয়েক ঘণ্টার জন্য ঘোরাঘুরির সুযোগ দেওয়া হয়। এর উদ্দেশ্য হল কয়েদিদের একটু দম ফেলার সুযোগ করে দেওয়া- তাজা বাতাস নয়, স্রেফ বাতাস। | 我可能还没适应目前牢房环境,因此白天几乎无法动笔,闷热程度令人无法喘气,囚室里没有天花板,唯一的窗户不到一尺,旁边又是两 座从不停歇的煤炭火炉,外头噪音令人发狂,有时似乎来自青少年,有时却又像僵尸,我和另外11名囚犯挤在这个狭小空间里,让人无法专心、也无法集中注意 力。 |
24 | সকাল ১০ টা থেকে বিকাল ৩ টার মধ্যকাল সময়ে কারাকক্ষের ভিতরে চরমভাবে অক্সিজেনের অভাব ঘটে। | 4月17日的文章写道: |
25 | তাই সাপ্তাহিক পাহানগীন এ প্রতিক্ষিত আরাম করার সুযোগের জন্য কারাবন্দীরা নির্ধারিত দালাও এর মতই উত্তেজনায় উন্মুখ হয়ে থাকে। | |
26 | এ ব্লগে আকোস্টার কারা অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে: | 对许多狱囚而言,会面与放风时间都令人无比期待。 |
27 | আমার অবৈধ গ্রেফতার এ কারারুদ্ধ করার আগে আমার দীর্ঘকাল এই ধারনাই ছিল যে আমি ইতোমধ্যেই অস্পষ্টতার আধারে হারিয়ে গেছি। পরিণত হয়েছি সমাজ বিচ্ছিন্ন একজন মানুষ হিসেবে। | 会客室大小几乎是一般囚房的三倍,也同时做为活动空间使用,每间牢房平均都有12名囚犯,每星期都有一次可在会客室待几小时,囚犯能趁这个机会透透气,纵 然不是新鲜空气也无妨。 |
28 | এতে করে সংশ্লিষ্টদের জন্য তৈরি হয়েছে একটা ফলাফল: যেমন- সামন্তবাদ, ফ্যাসিবাদ বিরোধী এবং গ্রামাঞ্চলে দরিদ্র কৃষকদের সমবায়ী আন্দোলন ও কৃষি শ্রমিকদের জন্য সার্বক্ষণিক কাজ করতে পারা । | |
29 | কারও নিকটতম ও পরিচিত পরিপ্রেক্ষিত থেকে উন্মূল হয়ে যাওয়া হচ্ছে আসলে একটি গুরুত্বপূর্ণ আত্মত্যাগ। | 囚室内几乎吸不到氧气,尤其在早上十点至下午三点格外明显,故犯人们都很期待每个礼拜一回的会客时间。 |
30 | এই আত্মত্যাগের একটা রোমান্টিক দিকও আছে। | 博客里也有亚哥斯塔在狱中的想法: |
31 | একজন কবি হিসেবে অনিবার্যভাবে আমি বঞ্চিত হব না বিস্তীর্ণ ধানক্ষেত এবং নগ্নপদ শিশুদের পার্থিব দৃশ্যাবলি এবং ঝিঁঝিঁ পোকার কলধ্বনি থেকে। | 在我遭到非法逮捕及羁押之前,我早已觉得自己基于种种目的和原因,和社区关系已变得疏远而模糊,为了全心投入反封建、反法西斯的集体运动,为乡村贫农及农村劳工争取权益,这是必然的结果。 |
32 | আত্ম বিশ্লেষ ও আত্ম অনুগমনের সেই মুহূর্তগুলো অবশ্য আসবে যখন মনে হবে কোন না কোনভাবে আমি কবিতাতে বলবো। কারাগারে বসে আকোস্টার লেখা কবিতাগুলো সেই প্রিজন ব্লগ- এ পোস্ট করা হয়েছে। | 脱离自己熟悉的生活环境,其实牺牲很大…其中当然也有浪漫的成分,且身为诗人,我从未遗忘稻田与赤脚孩童的朴实画面,也从未忘记蟋蟀和乌鸦的原始叫声,不过有时在自省时刻,也会觉得自己好像脱离了诗歌。 |
33 | অনলাইনে কারা রোজনামচা লেখা ছাড়াও আকোস্টাকে মুক্ত করার আন্দোলনের সংগঠকরা একটা অনলাইন দরখাস্ত করেছেন। | 亚哥斯塔的狱中诗作请见Ikatlong Sundang: SIPAT博客。 |
34 | তাঁরা আকোস্টাকে মুক্ত করার দাবীতে ফেসবুক পাতা খুলেছেন যা ৭৮৮ জন তাঁদের পছন্দের অন্তর্ভূক্ত করেছে। ফ্রিআকোস্টা. | “释放亚哥斯塔运动”主持人除了代替他张贴狱中日记,也建立網絡连署活动与Facebook页面,本文撰写之时,已累积788人参与。 |
35 | ব্লগপোস্ট. কম ব্লগের বিবৃতি, মন্তব্য আর অন্যান্য লেখাগুলো দেখলে বোঝা যায় যে আকোস্টাকে মুক্ত করার আন্দোলনে দিন দিন নতুন নতুন সদস্য যোগ দিচ্ছেন। | 这项行动的博客freeacosta.blogspot.com中,汇整愈来愈多声明、证词及其他文章,显示活动声势仍在增强,菲律宾争取政治犯获释的路途也会继续进行下去。 |
36 | ফিলিপাইনে আকোস্টাকে মুক্ত করার লড়াই এবং অন্যান্য রাজবন্দীদের মুক্তির লড়াই অব্যাহত আছে। | |