# | ben | zhs |
---|
1 | লেবানন: এগারো জন মন্ত্রীর পদত্যাগ, সরকারের পতন | |
2 | এক বছর আগে, রফিক হারিরির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে লেবাননে অনুষ্ঠিত এক শোভাযাত্রা। | |
3 | ছবি ডিন শার্পের। © ডেমোটিক্স-এর (১৪/০২/১০) | 黎巴嫩:11名阁员请辞弄垮政府 |
4 | আজ সন্ধ্যায় আরব বিশ্ব থেকে আরো বড় খবর এসেছে। লেবাননের মন্ত্রীসভার ১১ জন সদস্য আজ পদত্যাগ করেছে। | 一年前,黎巴嫩前总理哈里里(Rafiq Hariri)身亡五周年游行,照片来自Deen Sharp © Demotix(2010年2月14日) |
5 | এর মধ্য দিয়ে লেবানন সরকারের পতন ঘটেছে। মন্ত্রীসভার সদস্য, সকল সদস্য অথবা হিজবুল্লার সহযোগিরা, লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির প্রদান করা অনুসন্ধানের উপর উত্তপ্ত আলোচনার পর পদত্যাগ করে। | 阿拉伯世界又发生重大消息,据报导,黎巴嫩内阁共11名阁员请辞,让政府形同崩溃,半岛电视台(Al Jazeera)指出,这些阁员全为真主党(Hezbollah)成员或盟友,辞职原因是为了联合国调查前总理哈里里(Rafiq Hariri)遭暗杀事件引发的争议。 |
6 | আল জাজিরা এই সংবাদ প্রকাশ করেছে। ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সংবাদটি লুফে নেয়, তারা ঘোষণা দেয়, লেবাননের ভেতরে কেবল প্রথম এই সংবাদ প্রকাশিত হওয়ার পর, টুইটারে তা প্রথম প্রকাশ হয়েছে। | 内阁将垮台的消息一出,博客与Twitter用户很快便开始讨论此事,半岛电视台记者Dima Khatib(@dima_khatib)在当地时间下午六点左右发出讯息: |
7 | আল জাজিরার প্রতিবেদক দিমা খাতিব(@দিমা_খাতিব) বৈরুত সময় সন্ধ্যা ৬ টায় টুইট করেন: | |
8 | আনুষ্ঠানিকভাবে লেবানন সরকারের পতন ঘটেছে। | 黎巴嫩现任总理还在美国访问,政府却已因未达法定最低人数而瓦解。 |
9 | তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, এদিকে প্রধানমন্ত্রী হারিরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ওবামার সাথে দেখা করতে হোয়াইট হাউজে গেছেন, । #লেবানন | 以上这则讯息出现后不久,Chan Bhatia便在Chicks Gone Tech写道: |
10 | ডিমার টুইটের সামান্য পরেই, চিকস গন টেক ব্লগের চান ভাটিয়া ব্লগ করে: [সর্বশেষ সংবাদটি সকাল ১১. | [EST时间早上11点13分更新]国务部长Adnan Sayyed Hussein递出辞呈后,成为第11名辞职的阁员,也让黎巴嫩政府崩溃。 |
11 | ১৩ মিনিটে প্রকাশ হয়] [বিশেষ তথ্য: ইএসটি বা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে] বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রী আদনান সাইয়্যেদ হুসেইন তার পদত্যাগ পত্র পেশ করে, তারপরেই লেবাননের জোট সরকারের পতন ঘটে। | |
12 | আদনানের পথ ধরে ১১ জন মন্ত্রী পদত্যাগ করে। | 黎巴嫩民众也很快开始在Twitter网站上表达己见,@LebaneseVoices发出两则讯息: |
13 | লেবাননের টুইটারকারীরা তাদের চিন্তা এবং মতামত টুইটারে জানানোর ক্ষেত্রে খুব বেশি সময় নেয়নি। | 不论有无政府,我们还是没有基础建设。 |
14 | @লেবানিজ ভয়েসেস তার দুটি টুইটে মন্তব্য করেছে: | 不论有无政府,以色列军机仍继续侵犯我国领空。 |
15 | সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, আমাদের এখনো কোন অবকাঠামো নেই। #লেবানন | @Emile_Hokayem对辞职一事的评论是: |
16 | সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, এখনো ইজরায়েলি বিমান নিয়মিত আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে যাচ্ছে। | 反对总理的阁员趁他在华府时辞职,藉着他出国指控总理不在乎黎巴嫩。 |
17 | #লেবানন | @LSal92等人则以嘲讽眼光看待黎巴嫩近期发展: |
18 | @এমিল_হোকাইয়েম পদত্যাগের ক্ষেত্রে তার উপলব্ধির বিষয়ে মন্তব্য করেছেন: | 所以我们又再度没有政府了吗? |
19 | যখন প্রধানমন্ত্রী হারিরি ওয়াশিংটন সফরে রয়েছেন, তখন বিরোধী দল থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী পদত্যাগ করল। | |
20 | প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে ব্যবহার করে তিনি প্রমাণ করলেন যে, লেবাননের ঘটনায় তার কিছু যায় আসে না। | |
21 | টুইটারে কয়েকজন, যেমন@এলসাল৯২, লেবাননের সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষাপটে আরো হতাশা পূর্ণ মনোভাব প্রকাশ করেছেন, তিনি টুইট করেছেন: | |
22 | কাজেই আবার আমরা সরকার হারা হলাম? | 这算新闻吗? |
23 | এ আর নতুন কি? #লেবানন। | 校对:Soup |