Sentence alignment for gv-ben-20090408-2220.xml (html) - gv-zhs-20090407-2278.xml (html)

#benzhs
1প্রথমবারের মত আর্থ আওয়ার পালন করল ব্রুনাই। সবচেয়ে বেশী কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্রুনাই ২০০৪ সালে বিশ্বের মধ্যে ৬ নম্বরে ছিল।汶莱:国家首次参与「地球一小时」活动
2প্রতি ১০০০ জনের অনুপাতে যাত্রীবাহী গাড়ীর আধিক্যের দিক দিয়েও ব্রুনাই ৩য় স্থানে আছে যা কিনা প্রায় ৫৫০।
3তাছাড়া, জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের বার্ষিক মানব উন্নয়ন প্রতিবেদনে গতবছর ব্রুনাইকে তুলনামূলকভাবে গড়ে উচ্চহারে জ্বালানী শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে, যা কিনা প্রতিজনে ৮৮৪২ কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ।
4তাই ব্রুনাই যখন গত মার্চের ২৮ তারিখে আর্থ আওয়ার (বৈশ্বিক ঘন্টা) পালনের সিদ্ধান্ত নিয়েছিল সেটা ছিল সবচেয়ে সঠিক।
5এটি ছিল এই উদ্যোগে ব্রুনাইয়ের প্রথম অংশগ্রহণ।[除另标示,本文连结皆为英文]
6আর্থ আওয়ার (বৈশ্বিক ঘন্টা) উদযাপনের পূর্বে শুক্রবারের খুৎবা দেয়ার সময়, ইমাম প্রকৃতিবিজ্ঞান নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন তা সংরক্ষণের প্রয়োজনীয়তা। ব্রুনাইতে সকল মসজিদে সব শুক্রবারের খুৎবা একইরকম।2004年汶莱在全球各国人均二氧化碳排放量排名全球第六,而在每千人拥有车辆比例上,汶莱亦以近550辆排名全球第三;联合国发展署去年发表的年度人类发展报告中,汶莱人均能源消耗量也相当高,每人使用电量达8842度,故当汶莱决定参与3月28日的「「地球一小时」活动时,似乎再适合也不过,这是汶莱首度共襄盛举。
7ব্রুনাই রিসোর্স এই খুৎবা বিষয়ে ব্লগে তার উল্লেখ করেছে:
8কিরানাস মসজিদের ইমাম আজকের খুৎবা পাঠ করতে বেশ পরিশ্রম করেছেন।
9তা অবশ্যই জাওই তে লেখা হয়েছিল এবং আধুনকি সব শব্দে ভরপুর ছিল। আজকের খুৎবার বিষয় ছিল প্রকৃতিবিজ্ঞান।在活动前夕的周五布道,伊斯兰教长提到人们必须保护生态,当天汶莱所有清真寺布道都围绕在同一主题,Brunei Resources表示:
10আমার মনে হয় মসজিদের অনেকেই আজকে মসজিদ ত্যাগের সময় ভ্রু কুচকিয়েছে। শুক্রবারের খুৎবায় প্রকৃতিবিজ্ঞান কথার উল্লেখ প্রায়ই তো আর শোনা যায়না।Kilanas清真寺的教长今天念布道词时很辛苦,内容一定是用爪夷文[中文]书写,而且充满各种现代词汇,今天的布道主题是生态,我想许多人今天离开清真寺时,心里一定感到惊讶,毕竟布道里并不常出现这个议题,但听到关于生态和环境的事,还是觉得很有意思,我们都必须重视拯救生态及环境。
11কিন্তু যাইহোক না কেন, প্রকৃতিবিজ্ঞান এবং পরিবেশ সম্পর্কে আলোচনা অবশ্যই আনন্দদায়ক। আমাদের সকলকেই প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে হবে।许多博客对汶莱参与「地球一小时」活动感到兴奋,并呼吁众人齐心加入,Aryati munirah提到参加此事的重要性:
12অনেক সংখ্যক ব্লগাররা ব্রনাইয়ের বৈশ্বিক ঘন্টায় যোগদানের বিষয়ে তাদের আগ্রহ সবার কাছে তুলে ধরেছে, এবং অন্যদেরকেও তাদের ভাগের ভূমিকা পালন করার জন্য আর্জি পেশ করেছে।
13আরিয়াতি মুনীরাহ এই ঘটনায় অংশ নেয়ার যৌক্তিকতা প্রকাশ করেছেন:一个人或许无法扭转所有污染和全球暖化,但人类整体肯定能改变些什么。
14…সকল প্রকার দূষণ এবং বৈশ্বিক উষ্ণতার উপর আমরা একা কোন প্রভাব ফেলতে পারবনা, কিন্তু সামগ্রিকভাবে আমি নিশ্চিত যে কিছুটা হলেও ভাল পরিবর্তন আমরা ঘটাতে পারব।
15আমি বুঝিনা… কিভাবে কিছু লোক এই ব্যাপারে এত অজ্ঞ থাকে। জুনইয়ান আমার কাছে নালিশ করেছিল যে ‘আমার দেশের বাড়ী…উজ্জ্বল হয়ে জ্বলছিল!我不明白为何有些人对这些事一无所知,Junyan今天还跟我抱怨,我们的家乡不分昼夜都灯火通明!
16পুরোটা সময়! (*লজ্জা* হে মানব, তুমি কি অংশগ্রহণ…)各位,尽自己的力量吧…
17অপ্রত্যাশিতভাবে, ব্রুনাইয়ের বেশকিছু বিখ্যাত এলাকা যেমন গাডং এবং বন্দর সেরি বেগওয়ান অঞ্চলে উজ্জ্বল আলো জ্বলতে দেখা গেছে যা হ্যাডিও উল্লেখ করেছেন:可惜在Gadong及Bandar Seri Begawan等汶莱闹区在活动期间,也同样是如上述灯火通明,Haady表示:
18আজকে বৈশ্বিক ঘন্টার দিন সে কারনে আমরা গাডং গিয়েছিলাম কি অবস্থা দেখার জন্য। আমরা সেখানে পৌঁছেছিলাম আনুমানিক বিকেল ৬টায় এবং অপেক্ষা করেছিলাম ২ ঘন্টার মত!今天是「地球一小时」活动日,所以我们到Gadong去看看情况如何,我们在晚上六点抵达,等了两个小时!
19কিছুই ঘটেনি। গাডং আশানুযায়ী অন্ধকারে ডুবেও যায়নি।什么都没发 生,Gadong完全没有一点昏暗!
20হয়তো সামান্য কিছু কমেছিল কিন্তু সেটা যথেষ্ট ছিল না! তাই আমরা বন্দরে দেখতে গিয়েছিলাম।或许比平常暗一些,但还不够!
21বন্দরও আঁধারে ঢাকেনি। কিন্তু একটি ক্যাফে বৈশ্বিক ঘন্টা দিবসের সাথে সহযোগীতা করেছিল।我们后来去Bandar,情况也相同,不过有间咖啡馆支持熄灯一小时活动,是 Coffeebeen!
22তার নাম কফিবিয়ান! এই উদযাপনে অংশগ্রহণের কারনে আমি কফিবিয়ানের উপর গর্বিত।很高兴看到他们为此事贡献,Fathul说自己很骄傲在Coffeebeen工作!
23ফাতহুল বলেছে যে কফিবিয়ানে কাজ করার জন্য সে গর্বিত! হাহাহা.哈哈,我想汶莱并不是那么支持这个活动,各位, 不过才一小时而已!
24আমি মনে করি ব্রুনাই এতটা সহযোগী মনোভাবের নয়। শুরু কর!有这么困难吗?
25এটা কেবল মাত্র ১ ঘন্টার জন্য। কেন এটা এত কঠিন মনে হচ্ছে?Bandar地区的CoffeeBean咖啡馆,照片来自Haady
26বন্দর সেরি বেগাওয়ান এর কফিবিয়ান। হেডির তোলা ছবি।Teo开玩笑地建议,电力单位应直接断电一小时,不过也害怕会让民众愤怒:
27কৌতুক করে টিও পরামর্শ দিয়েছিল যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের উচিৎ সকলের বিদ্যুৎ সরবরাহ এক ঘন্টার জন্য বন্ধ রাখা, কিন্তু ভয় ছিল এটা জনগণকে রাগান্বিত করতে পারতঃ
28আমরা ব্রুনাইয়ে আছি যা একটি ছোট দেশ কিন্তু আমরা বিশ্বকে দেখাতে চাই আমরা কিছূ করতে পারি। তখন, হয়তো ব্রুনাইয়ের মানুষ গাছে বাস করে এই ধরনের ভ্রান্তি বিদুরীত হতো।汶莱或许是个小国家,但我们能向世界证明自己可以出力,或许能让人们不再以为汶莱人都住在树上,许多人在马来西亚卫星电视Astro频道上,都已看过地球日相关广告,但却不明白内容为何,有些人建议不要鼓励民众自愿参加,直接断电一小时就行,但人们很可能会因此大怒!
29এস্ট্রো চ্যানেলে [মালেশিয়ার স্যাটেলাইট টিভি সরবরাহকারীদের টিভি চ্যানেল] বৈশ্বিক অগ্রযাত্রার [বৈশ্বিক ঘন্টা] বিজ্ঞাপন দেখেছিল অনেকেই, কিন্তু জানে না সেটা কি?
30কেউ কেউ পরামর্শ দিয়েছিল যে কোন স্বেচ্ছা অংশগ্রহনের প্রয়োজন নেই। শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ ১ ঘন্টার জন্য বন্ধ করা, কিন্তু সেটাই হয়তো লোকজনকে পাগল করে দেবে!Save earth不满汶莱一间知名饭店丝毫不顾对环境的伤害,一次点燃4000个蜡烛,他在一个论坛上写道:
31কিভাবে ব্রুনাইয়ের প্রথমসারির হোটেলগুলোর মধ্যে একটি পরিবেশে ৪০০০ মোমবাতি পোড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে অসচেতন থাকতে পারে তা ভেবে সেভ আর্থ উদ্বিগ্ন। একটি ফোরাম এ ব্লগাররা লিখেছে:我国最近参与国际年度「「地球一小时」活动,其中有件事格外令我不满…帝国饭店一次点起4000个蜡烛真的有助地球吗?
32সম্প্রতি আমাদের দেশ বার্ষিক আন্তর্জাতিক বৈশ্বিক ঘন্টা উদযাপনে অংশগ্রহণ করেছিল এবং বিশেষভাবে একটি বিষয় আমাকে ভাবিয়েছিল… এই উদযাপনের জন্য এম্পায়ার হোটেলে ৪০০০ মোমবাতি প্রজ্জ্বলন কি প্রকৃতপক্ষে আমাদের বিশ্বকে কোনভাবে উপকৃত করে?
33বিশেষকরে প্যারাফিন মোম থেকে তৈরী কেবল একটি মাত্র মোমবাতিই গ্রীন হাউস নিঃসরণের থেকে ১০গুন বেশী ক্ষতি করে থাকে বৈদ্যুতিক বাতি জ্বালানোর সাথে তুলনা করলে।
34যদি আমরা মনে করি বাতি সব নিভিয়ে দেয়া এবং হাজার হাজার মোমবাতি জ্বালানোর মাধ্যমে আবহাওয়ার উন্নতি সম্ভব, ঠিক আছে আবার ভাব।相较于开电灯,燃烧一根固态蜡制成的蜡烛会产生十倍的温室气体,想想看燃烧4000根的结果?
35আমরা আসলে এর মাধ্যমে আরও বেশী ক্ষতি করছি। প্রথমে আনো বিজ্ঞান, যৌক্তিকতা এবং শিক্ষা।如果有人认为关电灯再点几千根蜡烛能帮助气候,仔细想想,只是造成更多伤害。
36বৈশ্বিক ঘন্টা বিষয়টির মূল ধারণা হচ্ছে সকল বাতি বন্ধ করে দেয়া যাতে বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ হয়।请将科学、理性与教育置于优先,地球日活动是希望人们关灯,从中节省耗费能源,故没有必要将地球日转变为时髦的政治活动。
37বৈশ্বিক ঘন্টাকে প্রচলিত রাজনৈতিক ধারায় পর্যবসিত করাও অপ্রয়োজনীয় ।主办单位也建议不要为了这场活动点蜡烛,才能够帮助全球气候,希望我国下回参加时,能够意识到这一点。
38বৈশ্বিক ঘন্টার আয়োজকরা আসলে ঘটনার সময় আবহাওয়ার স্বাথে মোমবাতিও জ্বালাতে নিষেধ করেছিল। আশাকরি আমাদের দেশ পরবর্তীতে অংশগ্রহনের সময় এটা অনুধাবন করবে।帝国饭店当天的「地球一小时」活动,照片由MrPatchiomie拍摄
39বৈশ্বিক দিনে এম্পায়ার হোটেল। ছবি তুলেছেন জনাব প্যাটচিওমিBrunei Resources强调,「「地球一小时」的一大目标是为散播节能与重视地球意识:
40ব্রুনাই রিসোর্স উল্লেখ করেছে যে অন্যান্য আরও লক্ষ্যের মধ্যে বৈশ্বিক ঘন্টার প্রধান লক্ষ্য হলো জ্বালানী সংরক্ষণের এবং বিশ্বকে যত্ন করার গুরুত্বের উপর সচেতনতা ছড়িয়ে দেয়া:
41আমি পড়েছি, এক ঘন্টার বাতি বন্ধ প্রকৃতপক্ষে জ্বালানী শক্তি বাঁচাবে না।就我所知,关灯一小时其实无法节省太多能源,只是要让人们瞭解自己使用多少能源。
42কিন্তু এটার কাজ হচ্ছে প্রত্যেককে তার প্রয়োজন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং সচেতন করা এই বিষয়ে যে ঠিক কতটা জ্বালানী আমরা ব্যবহার করি।
43অগাষ্ট ১৩তম এর মতে, তার কনিষ্ঠ সন্তানের কাছে অবশ্যই সচেতনতা পৌঁছে গেছে:August 13th表示,年轻人确实因此提升意识:
44এক ঘন্টার অন্ধকার কি অর্জন করতে পারে, সাইনিস বলেন। আমি বলি, ব্যাপক।有些人嘲讽地说,关灯一小时能有什么成果?
45৮:২৮ মিনিটে খুবই হৃদয়নাড়ানো দৃশ্য ছিল। এই যে আমার ছোটশিশুর দল (চাচাত মামাত ভাইবোনেরা, যাদের বয়স ৭ থেকে ১৬) ঝড়ের বেগে রান্নাঘরে দৌড়ে গেলো একঘন্টার জন্য সকল বাতি বন্ধ করার দাবী নিয়ে।我认为成果很大,晚上8点28分时,亲戚一群孩子(年龄介于7岁到16岁)冲进厨房,要求大家把所有灯关掉一小时,实在很令我感动,这种年轻人的意识才是无价之宝!
46আশ্চর্যজনক! এখন, এইসব তরুনদের মধ্যে এই ধরনের সচেতনতা অমূল্য।校对:nairobi