# | ben | zhs |
---|
1 | কর্পোরেশনরা ইন্টারনেট স্বাধীনতার মান নিয়ে একমত হয়েছে | 跨国网络公司接受网络自由协议 |
2 | গ্লোবাল নেটওয়ার্ক ইনিসিয়েটিভ সম্প্রতি শুরু করা হয়েছে। | 全球网络自由倡议已经发动了。 |
3 | এই উদ্যোগটির লক্ষ্য হচ্ছে কর্পোরেশনের জন্যে বাক স্বাধীনতা আর গোপনীয়তা সংক্রান্ত একটি আচরন বিধি তৈরি করা। | 这个倡议是由国际人权团体、研究和促进新闻媒体发展的组织及网络和通讯业的公司如雅虎,微软和谷歌共同发起的,倡议的内容是网络公司在网络隐私和网上自由言论方面所要遵守的行为准则。 |
4 | এটি তৈরি করেছে মানবাধিকার, মিডিয়া উন্নয়ন, গবেষণা সংস্থা, ইন্টারনেট এবং যোগাযোগ কোম্পানি যেমন ইয়াহু, গুগুল আর মাইক্রোসফট এদের নিয়ে গঠিত একটি কোয়ালিশন। | 它的目标是为了确保信息与通讯技术业的公司承担“尊重和保护他们的用户的隐私权和言论自由的责任。” |
5 | এর লক্ষ্য হচ্ছে এটি নিশ্চিত করা যে আইসিটি কোম্পানিগুলো তাদের ‘অন্যান্য ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতা আর গোপনীয়তার অধিকারকে সম্মান করার দায়িত্ব' স্বীকার করে। | 这个倡议的发起是由于跨国网络公司参与到网络审查,尤其是在中国大陆。 |
6 | অনলাইন সেন্সরশীপে কর্পোরেটদের অংশগ্রহণের (বিশেষ করে চীনে) প্রতিবাদ ও জবাব হিসাবে এই উদ্যোগটি শুরু করা হয়। | 此次倡议共花了2年的时间起草,其中大部分的时间都是用在设计一整套的行为准则 和建立能够同时被人权团体和网络公司所接受的激励机制。 |
7 | এটি তৈরি করতে দুই বছরের বেশী সময় লেগেছে। | 全球之声的创立者之一里贝克. |
8 | বেশীরভাগ সময় ব্যয় হয়েছে কিছু নীতি ঠিক করতে আর উপায় বের করতে যাতে সেগুলো মানবাধিকার সংস্থা আর ব্যবসায়ী উভয়ের কাছে গ্রহনযোগ্য হয়। | 麦金娜(Rebecca MacKinnon)是这个倡议的起草者之一,她在她的博客RConversation里面写道: |
9 | গ্লোবাল ভয়েসেস এর অন্যতম প্রতিষ্ঠাতা রেবেকা ম্যাকিনন এর ওয়ার্কিং গ্রুপে অংশগ্রহন করেছেন। | 有一些人打电话问我道:‘这件事能实行得了吗'或者是‘这个东西不过是那些网络公司的遮羞布吧'。 |
10 | তিনি তার ব্লগ আরকনভারসেশনে লিখেছেন: | 国际人权团体如人权观察,中国人权,人权至上和记者保护协会不会置他们的名声于不顾如果他们觉得这件事没有意义的话。 |
11 | বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছে ‘এটি কি আসলেই কোনভাবে প্রভাবিত করতে পারবে' বা ‘এই জিনিষ কি লোক দেখানো কিছু যা ব্যবহার করে কোম্পানিগুলো কংগ্রেসের তীক্ষ্ণ দৃষ্টি তাদের পেছন থেকে সরাতে পারে?' | 也就是说,这个倡议必须在未来的数年内通过实施一个严格且有效的程序并依据这个程序来检查和评估网络公司遵守网络自由协议的程度来证明它的价值。 这个倡议的发起者之一,民主与技术中心的雷斯莉. |
12 | হিউমান রাইটস ওয়াচ, চীনের মানবাধিকার সংস্থা, হিউমান রাইটস ফার্স্ট এর মতো সংস্থা আর কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস তাদের সুনামকে নিশ্চয়ই এর পিছনে দেবে না যদি না তারা মনে করতো এটা অর্থপূর্ণ। | 哈丽斯(Leslie Harris)在她的博客PolicyBeta中写道: |
13 | তারা বলেছিল যে এই উদ্যোগকে সামনের কয়েক বছরে তার মূল্য প্রমাণ করতে হবে একটা অর্থপূর্ণ আর কঠোর প্রক্রিয়া শুরু করে যার মাধ্যমে কোম্পানিগুলোর নীতি মেনে চলাকে মূল্যায়ন করা যাবে। | 这个倡议不仅仅是人们所渴求的,它还需要来自参与公司的庄严承诺,承诺他们将进行高水准的尽职调查和风险管理。 |
14 | গণতন্ত্র আর প্রযুক্তি কেন্দ্রের লেসলী হ্যারিস হচ্ছেন এই উদ্যোগের একজন প্রবক্তা। | 鉴于网络公司所受到来自政府的压力,他们还需要在他们所经营的所有市场就来自政府的压力给网络言论自由和隐私权所带来的影响方面有更高的用户透明度。 |
15 | তিনি তার ব্লগ পলিসিবেটাতে লিখেছেন: | 网络公司履行这些承诺的情况将会通过一个独立和可靠的程序来进行评估。 |
16 | শুধুমাত্র উদ্দীপক না, এই উদ্যোগের দরকার অংশগ্রহনকারী কোম্পানী থেকে শক্ত প্রতিশ্রুতি যাতে কর্পোরেট ডিউ ডিলিজেন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা রক্ষা করা হয় উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে সরকার থেকে চাপ সামলানোর জন্যে। | 中英文版的反网络审查GFW博客提供了一份含有这次倡议参与者所发表的言论和他们的联系信息的概要。 |
17 | এবং যেসব বাজারে তারা কাজ করে সেখানকার ভোক্তাদের কাছে যাতে বাক স্বাধীনতা আর গোপনীয়তার ব্যাপারগুলো স্বচ্ছভাবে প্রকাশ করা হয়। | 并非所有相关的团体都在网络自由协议上签字。 |
18 | কোম্পানিগুলো এইসব দায়িত্ব কিভাবে সম্পন্ন করছে তা একটি স্বাধীন আর বিশ্বাসযোগ্য জবাবদিহীতা মুলক ব্যবস্থার মাধ্যমে মূল্যায়ন করা হবে। | 大赦国际和记者无国界没有参与都这次活动中来。 |
19 | চীনা/ইংরেজী সেন্সরশীপ বিরোধী ব্লগ জিএফডাব্লিউ পোস্ট করেছে একটা সারসংক্ষেপ, অংশগ্রহনকারীদের কাছ থেকে উদ্ধৃতির একটা তালিকা আর তাদের বর্তমান তথ্য। | 记者无国界认为,这个倡议是“往正确的方向迈出的一步”,但缺乏执行的能力,并在这里列出了他们的主要看法。 |
20 | যে সকল সংস্থা যুক্ত ছিল শেষ পর্যন্ত তাদের সকলে এই নীতিতে সই করেনি। | 大赦国际英国并没有在他们的网络压迫网页上发表他们的观点,但却含有一份全球之声共同创办人伊珊. |
21 | অ্যামনেস্টি ইন্টানেশানাল আর রিপোর্টাস সান্স ফ্রন্টিয়ার্স প্রক্রিয়া থেকে সরে গেছে। | 祖克曼(Ethan Zuckerman)解释网络审查的录像。 |
22 | আরএসএফ বিশ্বাস করে যে এই উদ্যোগ ‘ঠিক দিকে একটা পদক্ষেপ' কিন্তু এটা কাজে পরিণত করার ক্ষমতার অভাব রয়েছে উদ্যোক্তাদের, আর তাদের সমালোচনা এখানে দিয়েছে। | 从根本上来说,有些组织认为他们只有不在那些原则上让步才能更好地倡导人权,而另一些则认为只有通过参与和创建一个对话的机制来促进量变才是更重要的。 |
23 | অ্যামনেস্টি ইউকের ইন্টারনেট দমন পাতা তাদের অবস্থান আলোচনা করেনা, কিন্তু তাদের কাছে একটা ভিডিও আছে যেখানে গ্লোবাল ভয়েসেস এর অন্যতম প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান অনলাইন সেন্সরশীপ নিয়ে আলোচনা করেছে। | 译者:Denzi |
24 | প্রাথমিকভাবে, মনে হচ্ছে যে কিছু প্রতিষ্ঠান মনে করে যে তারা ভালো প্রবক্তা হতে পারবে যদি তাদেরকে তাদের নীতি বিসর্জন দিতে না হয়, আর অন্যরা মনে করে যে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্ত থাকা আর বিতর্কের প্রক্রিয়ার শুরু করা যা থেকে লাভজনক পরিবর্তন হতে পারে। | 校对:Portnoy |