# | ben | zhs |
---|
1 | বিশ্ব: ছবির মাধ্যমে শান্তি প্রসার | 以影像散播和平 |
2 | সম্প্রতি, একদল তরুণ উদ্যোক্তা এবং আলোকচিত্রশিল্পী ছবির মাধ্যমে মানবতা, সুনাম এবং ইতিবাচকতা বিস্তারের পরিকল্পনা করেছেন। গত ১৬ই আগষ্ট তাদের প্রকল্প, ভাষান্তরিত ‘ইন্টারন্যাশনাল গিল্ড অফ ভিসুয়াল পিস মেকারস' সক্রিয় হল অনলাইন মাধ্যমে। | 最近有一群青年企业家与摄影师提议,透过图像散播人性、善意及正面精神,「国际视觉和平调解连线」于8月16日正式在网络上成立,网站简介指出,该组织致力于「呈现世界不同文化的美丽与尊严,以破除各种刻板印象」,他们邀请成员张贴图片、相片集与影像故事,述说世界各地极其相异又相似的文化生活故事。 |
3 | তাদের নতুন প্রকাশিত ওয়েবসাইট অনুসারে, সংক্ষেপে আইজিভিপি হল একটি সংগঠন যারা আপাতদৃষ্টিতে একান্তভাবে নিয়োজিত ছবির মাধ্যমে “সারা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির সৌন্দর্য এবং মর্যাদা প্রদর্শন করে ব্যবহার জীর্ণ চিন্তাধারা ভেঙে ফেলতে”। | |
4 | বিশ্বের পৃথক অথচ সমতুল্য সংস্কৃতির জীবনের কাহিনী বর্ণনা করে এমন ছবি, ছবির গ্যালারি ও ছবিতে গল্প প্রকাশ করতে আইজিভিপি সদস্যদের উৎসাহিত করা হয়। | |
5 | তাদের আগষ্ট ২০১০-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী: | 该组织于八月的新闻稿写道: |
6 | যখন দূরদর্শন, ইউটিউব এবং সংবাদমাধ্যম গুলি হিংসা ও ঘৃণার ছবিতে প্লাবিত, তখন একদল প্রখ্যাত মানবহিতৈষী এবং সাংস্কৃতিক চিত্রশিল্পী তাদের দক্ষতা কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল গিল্ড অফ ভিসুয়াল পিসমেকারস (আইজিভিপি)-র মাধ্যমে সৌহার্দ্য আনতে সচেষ্ট […] | |
7 | আইজিভিপি-র সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি, মারিও মাত্তেই, বর্তমানে তুরস্কে বসবাসকারী একজন স্বাধীন চিত্রশিল্পী, সদয় চিত্তে সম্মত হওয়া ছোট্ট সাক্ষাৎকারে আইজিভিপি-র নির্যাস সম্পর্কে বিশদে জানালেন: | |
8 | গ্লোবালভয়েসেস এর পক্ষ থেকে ডানিকা রাদিসিচ: ছবির মাধ্যমে মানুষ পৃথিবীর যেকোন যায়গায় যে মানুষই, তা দেখিয়ে পূর্বসংস্কার ভেঙে ফেলা, যেকোন পরিস্থিতিতেই এটি একটি সহজ অথচ চমৎকার ধারণা। | |
9 | কোথা থেকে এই পরিকল্পনা এলো এবং কিভাবে এটি বিকশিত হল? মারিও মাত্তেই্: প্রথমত, ধন্যবাদ জানাই ডানিকা, এই সাক্ষাতকারের সুযোগ দেওয়ার জন্য এবং তা প্রকাশ করার এই অসাধারণ মঞ্চ ব্যবহার করার জন্য। | 无论是电视萤幕、YouTube网站或新闻里,世界都充斥着暴力与仇恨画面,一群知名人道与文化摄影师决定运用自己的技能,透过「国际视觉和平调解连线」呈现和平样貌。[ …] |
10 | ইন্টারন্যাশনাল গিল্ড অফ ভিসুয়াল পিসমেকারস (আইজিভিপি) এভাবে শুরু হয়: আমার বন্ধু এবং আইজিভিপি-র সহ-প্রতিষ্ঠাতা, জিম মুলিন্স, ৯/১১-র কয়েক বছর পর উপলব্ধি করেন যে শুধুমাত্র সংবাদমাধ্যমে ছবি দেখার ফলে তিনি প্রায় মার্কিন সেনাবাহিনীতে যোগদান করেছেন। | |
11 | অবশ্য তিনি কিছু শব্দ পড়েছেন তা স্বীকার করেন। ছবিগুলো ছিল ‘প্রমাণ'। | 该组织共同创办人兼会长Mario Mattei为独立摄影师,现居土耳其,他首肯接受访问,进一步说明该组织精神: |
12 | ঐক্ষিক শান্তি স্থাপনের পরিকল্পনার বীজ হিসাবে সর্বদা গণ্য করা হবে তাঁর এই বিনম্র উপলব্ধিকেই যে, এটি একদমই ভালো নয়! | 问:以影像呈现各地人们其实相去不远,藉此破除刻板印象,这是个很简单、但很美好的概念,这个想法从何而来? |
13 | প্রমাণ হল দুটি ইমারতে উড়োজাহাজ ধাক্কা মেরেছে। | 如何发展? |
14 | বাকীটা জটিল এবং দুরূহ, প্রতিক্রিয়া প্রকাশ করার আগে গবেষণা এবং সুবিবেচনা প্রয়োজন। | 答:首先感谢你访问我,并将内容发表于全球之声这个平台。 |
15 | অ্যারিজোনায় আমাদের সকলকে জিম এই গল্পটি শুনিয়েছিলেন এবং ঐক্ষিক শান্তি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন। | |
16 | ইমেইল এর মাধ্যমে জিম, আমি, ম্যাট ব্র্যান্ডন, নিকোল গিবসন, ডেভিড দুশেমিন, সহ-প্রতিষ্ঠাতা লোগান ম্যাকাডামস এবং জন মাচাডো এবং আরো অনেকের মধ্যে আলোচনা শুরু হয়। | |
17 | আমরা দৃশ্যের মাধ্যমে সৌহার্দ্য প্রসারের ভিত্তি সম্পর্কে চিন্তাভাবনা করি, কিভাবে বার্তা বিনিময় করা হবে এবং প্রসার করা হবে এবং আমাদের ‘ক্রস-প্রমোশনাল ওয়েবসাইট' কেমন দেখতে হবে ইত্যাদি আলোচনা করি। আমরা আমাদের আপ্তবাক্য অনুসরণ করলাম: “.. | 「国际视觉和平调解连线」当初发想时,共同创办人兼好友Jim Mullins意识到,他当初在911攻击事件后几乎要加入美军,就是因为看到在媒体上的影像,他记得读过一句话:「照片为证」,但他觉得这样还不够,才 种下以视觉追求和平的种籽,证据是飞机撞上两栋建筑物,但其余事物更加复杂,在回应之前需要更多研究与深思。 |
18 | বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতির সৌন্দর্য ও মর্যাদা প্রদর্শন করে শান্তিস্থাপন এবং পূর্বসংস্কার ভেঙে ফেলায় একান্তভাবে নিয়োজিত।“ জুলাই ২০০৯ থেকে আগষ্ট ২০১০ অবধি আমরা একসাথে বসে পরিকল্পনা ও নকশা তৈরী করেছি, সঙ্ঘের বাকী সদস্যদের নিয়োগ করেছি এবং আমাদের পরিকল্পনা, ব্যবসা, আন্দোলন এবং ওয়েবসাইট তৈরী করেছি। | 我们几个人于美国亚历桑那州聚首时,Jim提出这个想法,认为我们应开始透过视觉追求和平,我们两人便开始与Matt Brandon、Nicole Gibson、David duChemin、Logan McAdams、John Machado以电子邮件讨论,思考视觉追求和平的根本精神、如何传达及散播,以及网站应呈现什么面貌,之后我们拟定宗旨:「致力于创造和平,呈现世界不 同文化的美丽与尊严,以破除各种刻板印象」。 |
19 | জিম পিস ক্যাটালিস্ট ইন্টারন্যাশনাল আরম্ভ করলেন। সঙ্ঘের পরিবর্তে আমরা আজকের পরিস্থিতিতে আসতে পারতাম না, কারণ মডেল ও সমর্থকরা তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করেছেন। | 从2009年7月至2010年8月,我们一起规划、招募其他成员,拟定构想、营运、运动及网站,Jim之后推出「国际和平触媒计划」,如果没有支持者运用自身网络,我们不可能走到这一步。 |
20 | জিভি: ইতিহাসের সর্বাংশে ছবির প্রভাব পরিষ্কার, ম্যাগনাম-এর চে এবং হেমিংওয়ে নামক ছবিগুলি থেকে শুরু করে বসনিয়া, ইরাক, আফগানিস্তান, গুয়ান্তানামো উপসাগর, চীন-এর যুদ্ধ এবং এমনকি ভিয়েতনাম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এর ছবি তারই প্রমাণ। | |
21 | মানুষ সর্বদা নেতিবাচক ছবি লক্ষ্য করে এবং মনে রাখে কেন? কিভাবে আমরা ইতিবাচক ছবির মাধ্যমে অধিকতর প্রভাব ফেলতে সাহায্য করব? | 问:回顾历史,影像很明显具有影响力,例如Magnum镜头下的切格瓦拉及海明威,或是波士尼亚、伊拉克、阿富汗、关达那摩湾、中国、越战、二次世界大战里的战争照片,为何人们通常会注意或记得负面影像? |
22 | এম. এম: আমরা নেতিবাচক ছবি লক্ষ্য করি কারণ সম্ভবত তা আমাদের আঘাত করে। | 我们如何让正面影像发挥更大影响力? |
23 | দৃষ্টি নির্ভর সংবাদমাধ্যম, বিজ্ঞাপন এবং আমাদের নিজস্ব দায়িত্ব, যেখানে আমাদের মনোযোগ আকর্ষণ করতে ব্যস্ত, আমরা গড়পড়তা জিনিসের বাইরের জিনিস লক্ষ্য করি। | |
24 | যুদ্ধের ছবি বা ঘৃণার ছবি এবং ‘পার্থক্য' নিঃসন্দেহে এই প্রভাব ফেলে। তবে, কিছু ইতিবাচক, সাংস্কৃতিক ছবি আমাদের ধাক্কা দিয়ে তাদের বিমুগ্ধ করাতেও পারে। | 答:我们注意到负面影像是出于震撼,视觉媒体、广告与自身责任都在争抢注意力,我们很容易注意到不寻常的事物,战争景像、仇恨画面与异常情景都有这个效果,不过有些正面的文化图象也会带来震撼。 |
25 | এই আঘাতজনিত কারণ ছাড়াও, আমার মতে ছবিটি যে ঘটনা ব্যক্ত করছে, ইতিবাচক-ই হোক বা নেতিবাচক, তাতে আমরা কতোটা গভীরভাবে প্রভাবিত, তার উপর নির্ভর করেও আমরা ছবি মনে রাখি। কখনো তা আঘাত এর চেয়েও বেশি। | 除了震撼与否,我们记忆画面与否的关键,在于故事是否带来正反深层冲击,有时不只是震惊而已,会受到创伤、困扰或启迪,看见南非领袖曼德拉(Nelson Mandela)的肖像时,我感到希望与决心,我知道背后的故事。 |
26 | সেসব ছবি দেখে আমরা যথার্থভাবেই ব্যথা অনুভব করি, বিব্রত বোধ করি অথবা উদ্বুদ্ধ হই। আমি যখন নেলসন ম্যান্ডেলা-র একটি প্রতিকৃতি দেখি, আমার আশা ও সংকল্পের অনুভূতি জাগে। | 正面影像通常捕捉寻常事物,较不受人注意,但若加入故事背景,寻常人事景象也能更有意义、更容易让人记住,许多杰出影像本身就是一个完整故事,但也有许多单张图片并不完整,我们通常需要一系统影像,或是需要文字或声音辅助。 |
27 | আমি এর পেছনে গল্পটি জানি। যদিও ইতিবাচক ছবি অনেক সময় সাধারণ ঘটনাকেই ক্যামেরাবন্দী করে এবং আমাদের দৃষ্টিগোচর হয় না। | 无数影像都富含影响力,却没说出故事,或是缺乏背景及脉络,让观众无法更仔细地观察,IGVP每位成员都试图说出希望的故事、共通人性的故事,以及能破除有害刻板印象的新角度故事,有时只要一张照片便已足够。 |
28 | সঠিক ঘটনা প্রসঙ্গে রাখলে, গড়পড়তা ঘটনার ছবিও এমনভাবে প্রকাশ পায়, যে তা আরো অর্থপূর্ণ এবং তাই স্মরণীয় হয়ে ওঠে। অনেক বিখ্যাত ছবি নিজেই প্রায় পূর্ণদৈর্ঘ্যের গল্প বলতে পারে, কিন্তু অনেক ছবিই তা করে না। | 计划成员与计划创办者企图集结许多小故事,置入一个更庞大的叙事段落中,网站所有内容都是要吸引观众感受「缩短社会距离」,无论距离是出于文化、国族、宗教或社会,缩短距离便可避免恐惧,避免导致迫害、误解或暴力,网站不只是要减少问题,更要扩大欣赏人性,瞭解每个人的价值。 |
29 | প্রায়ই অনেকগুলি ছবির সংকলন প্রয়োজন হয়। অথবা কখনো লেখা বা কথা তাদের সাথে সঙ্গত করাতে হয়। | 问:外界要如何协助这项计划? |
30 | সাধারণ ঘটনার লক্ষাধিক ছবি প্রভাব বিস্তারের ক্ষমতা সহ বর্তমান, অথচ সেই গল্প বলা হয়না, অথবা এমন পরিবেশ বা পরিস্থিতিতে দেখানো হয়না যেখানে দর্শকদের আরো মনযোগ সহকারে দেখতে বলা হয়েছে। | |
31 | আইজিভিপি-তে প্রতিটি ঐক্ষিক সঞ্চারক আশা, সাধারন মানবিকতা ও নতুন দৃষ্টিভঙ্গী যা ক্ষতিকর পূর্বসংস্কার ভেঙে ফেলবে, এমন কাহিনী সৃষ্টিতে ব্যস্ত। | |
32 | কখনো কখনো শুধুমাত্র একটি ছবি লাগে এর জন্য। | |
33 | সঙ্ঘ এবং আইজিভিপি প্রতিষ্ঠাতারা চান অসংখ্য ছোটগল্প একত্র করতে এবং তাদের একটি বৃহত্তর মেটা-ন্যারেটিভ-এ রুপান্তরিত করতে। | |
34 | দর্শকদের একটি “সামাজিক দূরত্ব হ্রাসের” অভিজ্ঞতা সঞ্চয়ে আকর্ষিত করার জন্য আইজিভিপি-র সমস্ত দৃষ্টিনির্ভর উপাদান-ই ব্যবহৃত হয়। | |
35 | অনুভূত দূরত্ব সাংস্কৃতিক, জাতীয়, ধর্মীয় অথবা সামাজিক, যাই হোক, তা হ্রাস করতে পারলে আটকানো যাবে এক ধরণের ভীতি, যা ভারাক্রান্ততা, মনোমালিন্য বা হিংস্রতায় পরিবর্তিত হতে পারে। | |
36 | অভীষ্ট লক্ষ্য শুধুমাত্র সমস্যা কমানো নয়, বরং মানবিকতা, সাক্ষাত হওয়া প্রতিটি মানুষ এবং তাদের অন্তর্নিহিত মূল্যের যথার্থ উপলব্ধি প্রসারিত করা। | |
37 | জিভি: সাধারণ মানুষ কিভাবে আইজিভিপি-কে উন্নত করতে পারে? | |
38 | যে কেউ কি সদস্য হতে পারেন? এম. | 任何人都可以加入吗? |
39 | এম: এমনিতে যে কেউ বিনামূল্যে ভিসুয়াল পিসমেকারস কমিউনিটি (ভিপিসি)-র সদস্য হতে পারেন। | |
40 | কিন্তু আমরা তাদের-ই চাই যারা দৃষ্টিনির্ভর শান্তিস্থাপনের বিষয়ে আন্তরিক, যারা অ্যাবাউট বিভাগ এবং এথিকাল কোড পড়েছেন এবং যারা বোঝেন যে আমরা একত্রে কি অর্জন করতে চাই। | |
41 | আমরা তাদেরই চাই যারা ছবি ও গল্প সৃষ্টি করায় জড়িত থাকতে চান এবং যারা ব্লগে আলাপ আলোচনায় ও সামাজিক সংবাদমাধ্যমে সক্রিয় থাকবেন। | |
42 | আইজিভিপি সমস্ত বিশ্বাস ও পটভূমির জন্য এবং পেশাদার ও উত্থান শীল চিত্রশিল্পী উভয়ের জন্যই উন্মুক্ত। সঙ্ঘটির নিজেরই প্রবেশদ্বার খুব ক্ষুদ্র, কারণ প্রত্যেকে যে ভূমিকা পালন করেন তা আলাদা, কৌশলগত এবং কিছু সহযোগিতা বর্তমান। | 答:理论上,任何人都能自由加入,但我们希望成员认真投入以视觉追求和平、阅读网站简介及道德规范、认同我们想达到的目标,我们希望成员能长期创作影像与故事,并持续参与博客对话与社会媒体,我们不拒绝任何宗教或背景,也欢迎职业或新手摄影师,目前团队成员并不多,每个人都扮演不同的角色,也已有某些合作机会。 |
43 | আমি [যে কেউ এটি পড়ছেন] উৎসাহিত করব চার্টার ফর ভিসুয়াল পিস-এ সাক্ষর করতে এবং সেই ফর্মটি ব্যবহার করে ইমেইল এর মাধ্যমে অন্যদের আমন্ত্রণ জানাতে। তারপর টুইটার এবং ফেসবুক-এ সেটি পোস্ট করুন। | 我欢迎每个人签署「视觉和平宪章」,使用网站表格寄送电子邮件给他人,并在Facebook及Twitter网站上张贴讯息,我们在Facebook及Twitter上都有帐号,我个人的Twitter则是@visualpeace,请替我们宣传。 |
44 | টু্ইটারে @আইজিভিপি অনুসরণ করুন এবং আইজিভিপি-র ফ্যান হোন। আমি টুইটারেও আছি @ভিসুয়ালপিস। | 我们设计网站时,每位摄影师都有自己的专页,也可依自己的性格调整,对于会员,我们索取微薄费用,以支付营运开销,我们希望扩大这项运动,也觉得没有局限或界线。 |
45 | প্রেম ছড়িয়ে দিন! আমরা ওয়েবসাইটটির নকশা এমনভাবেই বানিয়েছিলাম যাতে প্রত্যেক চিত্রশিল্পী তাদের নিজেদের পিসমেকার প্রোফাইল রাখতে পারেন, যা তাদের সবাইকেই মানবহিতৈষী হতে সাহায্য করবে। | 这个世界已经准备好了,我们透过媒体与网络,让彼此距离更近,连实际地理距离也感觉变得更近,我们该使用草根媒体的才能,一同彰显人类尊严与抱负,为各种可怕消息增添更平衡的观点,世上好事比坏事要多,若各位是摄影师,欢迎浏览我们的第一篇博客文章以及欢迎讯息。 |
46 | আমাদের আপগ্রেডেড সদস্যপদের জন্য কিছু বেশী লাগে সঞ্চালনের ব্যয় সামলাতে, তাই আমরা সামান্য অর্থ দাবী করি। আমাদের এই আন্দোলন প্রসারিত করতে হবে। | 影像不论好坏、不论震惊或可爱,都会对人与历史带来长久印象,这个网站还有一项重要讯息,一张照片或许能诉尽千言万语,但有时用文字为照片上色也很 重,用背后故事为影像带来生命,下回各位想到人类互动与联系等基本需求时,别忘了文字及影像今日能轻易在网络上传递,让讯息保持正面,并用文化多样性散播 和平。 |
47 | এর সুদূর প্রসারতা সম্পর্কে কোন সীমা দেখছি না। আমাদের জগত এখন এর জন্য তৈরী। | 校对:Soup |
48 | সংবাদমাধ্যম, ইন্টারনেট এবং ভৌগোলিক ভাবেও আমরা “কাছাকাছি” চলে আসছি আমরা সবাই। | |
49 | প্রতিভাবান, তৃণমূল সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে আমাদের সাধারণ মর্যাদা এবং আকাঙ্ক্ষা প্রদর্শন করার সময় এসেছে, যাতে আমরা যে ভয়ানক জিনিস শুনি, তাতে একটি সুষম মতামত যোগ করতে পারি। | |
50 | মন্দের থেকে ভালো জিনিসই বেশি আছে। | |
51 | আপনি যদি চিত্রশিল্পী হন, তাহলে আমদের প্রথম ব্লগ পোস্ট এবং ম্বাগতম হে নবীন পাতাগুলি দেখুন। | |
52 | ভালো এবং খারাপ দুইই বা মর্মান্তিক এবং সুন্দর যাই হোক, ছবি সব সময় যেখানে মানুষ এবং ইতিহাসের উপর স্থায়ী প্রভাব রেখে চলবে, মারিও এবং সঙ্ঘটি আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন: ছবি হাজার কথা বলতে পারে, তবুও পশ্চাদপট ব্যক্ত করিয়ে একটি ছবিকে জীবন্ত করে তুলতে কখনো কখনো ছবিটিতে শব্দের ব্যবহার প্রয়োজন। | |
53 | পরের বার যখন আপনি আপনার প্রধান মানবিক যোগাযোগ এবং ভাবপ্রকাশের চাহিদা পূরণ করতে চাইবেন, একটি বার্তা পাঠান, মনে করুন সেই শব্দ এবং ছবিগুলির কথা, যা আজ আমরা এতো সহজে অনলাইন মাধ্যমে ছড়িয়েছি। | |
54 | বার্তাটি ইতিবাচক রাখুন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য-এর মাধ্যমে সৌহার্দ্য বিস্তার করুন। | |