# | ben | zhs |
---|
1 | জাপানিদের কারণে টুইটার নতুন রূপ পেল | 日本实时推特的浪潮 迫使推特重组系统 |
2 | টুইটারের জাপানি সংস্করণের স্ক্রিনশট। | 日本推特的屏幕截图 |
3 | জাপানিদের মতো কেউ-ই এতো টুইট করে না। | 《Wired》杂志近期一篇文章指出,日本人推特的程度没人能比得上。 |
4 | সম্প্রতি ওয়্যারড ম্যাগাজিন এমন তথ্যই প্রকাশ করেছে। | 事实上,日本人使用这项热门的微网志服务的行为,在过去就曾经导致推特当机。 |
5 | তাছাড়া জাপানে টুইটার এতো বেশি জনপ্রিয় যে, অতীতে এটা কয়েকবার ক্রাশ-ও করেছে। | 原因? |
6 | ক্রাশ করার পিছনের কারণ হিসেবে টুইটার জানিয়েছে, প্রতিবছর একটা নির্দিষ্ট সময়ে এতো বেশি মানুষ একসাথে আপডেট শেয়ার করেন যে, টুইটার সেই চাপ নিতে পারে না। | 推特表示,日本人喜欢在一年中的某些特定时间同时推特。 |
7 | যেমন ২০১২ সালের নতুন বছর উদযাপনের দিনটির কথাই ধরুন, ঠিক বারোটার সময়ে এতো বেশি টুইটার ব্যবহারকারী একসাথে আপডেট শেয়ার করেছিলেন যে, টুইটারের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। | 例如,2012年跨年夜,几乎每一个日本推特用户都在同一个时间点推特--凌晨十二点整,新的一年的开始--导致推特系统当机。 |
8 | তবে এটা শুধু নতুন বছর উদযাপনের সময়ে ঘটে, তা নয়। অন্য সময়েও ঘটে: | 这并非只发生在新年而已: |
9 | গত আগস্টে প্রতি সেকেন্ড নতুন টুইট করার রেকর্ড করে জাপানিরা। ঘটনাটি ঘটেছিল, অ্যানিমেশন চলচ্চিত্র ক্যাস্টল ইন দ্য স্কাই টেলিভিশনে পরিবেশনের সময়ে। | 去年八月,电视台播映动画《天空之城》,某个场景出现时,日本人创下每秒推特数的新纪录。 |
10 | প্রতি সেকেন্ডে টুইট করার আগের রেকর্ড-ও জাপানিদের দখলে। | 这次,推特成功地撑过挑战,并没有当机。 |
11 | সেটা ঘটেছিল পুরুষ এবং নারীদের বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে। | 先前在男子及女子世界杯赛事过程中,日本推特用户就曾打破每秒推特数的纪录。 |
12 | আর এ কারণেই টুইটারের আর্কিটেকচার নতুন করে ডিজাইন করা হয়েছে। | 结果,拜日本推特用户所赐,推特必须创出一个崭新系统架构。 |
13 | এজন্য টুইটারের জাপানি ব্যবহারকারীদের ধন্যবাদ প্রাপ্য। কমস্কোর-এর ২০১৩ সালের জাপানের ডিজিটাল ফিউচার ইন ফোকাস রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের মে মাস পর্যন্ত জাপানের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৩০ শতাংশ টুইটার ব্যবহার করেন। | ComScore(译注:著名市场调查公司)发表的<2013年日本数字未来的焦点报告>指出,该年五月,相较于美国只有百分之二十六的数字比例,日本约有高达百分之三十的网络用户使用推特。 |
14 | অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন। | Wired文章内有更多推特的解决方案。 |
15 | ওয়্যারড ম্যাগাজিনে টুইটারের আর্কিটেকচার পরিবর্তনের বিষয়ে জানতে আরো পড়ুন এখানে। | 译者:Mia Shih 校对:Matt |