# | ben | zhs |
---|
1 | কলম্বিয়া: কমিউনিটি চলচ্চিত্র উৎসব ‘ওজো আল সানকোচো’ সম্প্রতি কলম্বিয়ার সুয়েনোস চলচ্চিত্র (স্বপ্ন চলচ্চিত্র) “ওজো আল সানকোচো' নামে একটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ আর বিকল্প ধারার চলচ্চিত্র এবং কমিউনিটি ভিডিও উৎসবের আয়োজন করে। | 哥伦比亚:社区影展Ojo al Sancocho |
2 | গত সেপ্টেম্বরের ১৮-২৫ তারিখে দক্ষিণ বোগোতার চিউদাদ বলিভারে এই উৎসবের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালায় কলম্বিয়ার অডিও- ভিজুয়াল প্রকল্পগুলো একত্র হয়েছিল তাদের কাজ প্রদর্শন করতে এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে যেমন ল্যাটিন আমেরিকা আর তার পরিচিতি, বাস্তব সম্মত কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে ওয়েব ২. | 国际电影与另类及社区影展「Ojo al Sancocho」由哥伦比亚梦想影业主办,第二届活动甫于9月18日至25日在首都波哥大(Bogotá)南区的Ciudad Bolívar举行,哥伦比亚多项影音计划齐聚,讨论拉丁美洲与地方认同、Web2. |
3 | ০ এর ব্যবহার ইত্যাদি। | 0等主题,希望能建立实际社群。 |
4 | সানকোচো হচ্ছে স্থানীয় একটা খাবার স্যুপ যা অনেক উপকরণ দিয়ে প্রস্তুত হয় এবং সমস্ত কলম্বিয়ায় পাওয়া যায়। | Sancocho是种传统汤品,在哥伦比亚四处皆可见到,其中材料众多,影展主办单位以这种汤比喻活动吸引许多不同民众及组织,都将自身想法在活动中提出。 |
5 | উৎসবের আয়োজকরা এই স্যুপের নামটি ব্যবহার করেছেন দেখানোর জন্য যে এই সপ্তাহ কিভাবে আকর্ষণ করেছে বিভিন্ন ধরনের ব্যক্তি আর সংস্থাকে যারা প্রত্যেকে তাদের আলাদা আলাদা ধারণা এই অনুষ্ঠানে যোগ করে সমৃদ্ধ করেছেন। | 影展工作坊照片来自Yuliana Paniagua of Convergentes,经许可后使用 |
6 | উৎসবের কর্মশালার ছবি: তুলেছেন কনভার্জেনতেস এর ইউলিয়ানা পানিয়াগুয়া এবং অনুমতিক্রমে ব্যবহৃত বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিল কিউবা, আর দেশটির সিনে পোব্রে উৎসবের প্রতিনিধিরা কলম্বিয়াতে হওয়া চলচ্চিত্রের কাজ সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন। | 古巴是此次特别嘉宾,古巴Festival of Cine Pobre代表发言时,很欣羡哥伦比亚能举办如此活动,人们也讨论不同主题、美学与创意;社区与另类团体均展出作品,希望呈现与传统媒体不同的影像,影展官方博客提供发表人详细资讯,以及影展期间活动时间表。 |
7 | বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনাও হয় যেমন সৌন্দর্য আর নির্মাণ শৈলী নিয়ে। কমিউনিটি আর বিকল্প দল তাদের কাজ প্রদর্শন করেছেন এই যৌথ ধারণা থেকে যে সাধারণ প্রচার মাধ্যমে দেখানো বিষয়বস্তুর বাইরের চলচ্চিত্র তুলে ধরা দরকার। | Tal TV博客提到,这项社区计划创立目标是为「哥伦比亚影音文化民主化需求」,并统整影展吸引哥伦比亚、西班牙、古巴及阿根廷人士与会背后的哲学: |
8 | উৎসবের অফিসিয়াল ব্লগে উপস্থাপকদের ব্যাপারে আরো তথ্য আছে, আর পুরো সপ্তাহের অনুষ্ঠানমালার ক্যালেন্ডারও দেয়া আছে। তাল টিভি ব্লগ লিখেছে যে এই গোত্রীয় প্রচেষ্টা ‘কলম্বিয়ার অডিও-ভিডিও সংস্কৃতি কে গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তা' উপলব্ধি করে তৈরি হয়েছে। | 影展重视哥伦比亚与拉丁美洲的新锐导演及制作人,致力于教育与文化、推广拉美认同、多元文化主义,以及自由、团结、和平与正义的价值。 |
9 | এই ব্লগ উৎসবের পিছনের মনস্তত্ত্ব সংক্ষেপে লিখেছেন যা কলম্বিয়া ছাড়াও স্পেন, কিউবা আর আর্জেন্টিনা থেকে অংশগ্রহণকারীদেরকে আকর্ষণ করেছে: | Idealistas博客提到哥伦比亚梦想影业的背景: |
10 | আইডিয়ালিস্টা ব্লগ অনুষ্ঠানের আয়োজক সুয়েনোস চলচ্চিত্র কলম্বিয়ার শুরুর কথা লিখেছে: সুয়েনোস চলচ্চিত্র প্রায় ৪০টি ডকুমেন্টারী আর ৪টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পাদনা করেছে যার মধ্যে আছে ফিলিপ আভিলার ‘কোরাজোন দে সিউদাদ বলিভার (সিউদাদ বলিভারের হ্রদয়)। | 梦想影业制作约40部记录片及4部长片,其中包括《Corazón de Ciudad Bolívar》,由Felipe Ávila执导,获得Caracol电影台2008最佳本地短片奖,还有《El Alma de los Sueños》,这部影片由参与该公司EKO工作坊的儿童制作。 |
11 | ফিলিপ কারাকোল টেলিভিশন প্রদত্ত ২০০৮ সালের স্থানীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের বিজয়ী ছিলেন। | 影展与会者参加各项不同活动,也受到当地居民欢迎,在闭幕活动后,人们都认为必须建立稳固网络,让各项地方计划汇流在一起,才能强化国内的影音制作。 |
12 | আর আছে ‘এল আল্মা দে লোস সুয়েনোস' (স্বপ্নের হ্রদয়) যা এই সংস্থার অডিও- ভিজুয়াল স্কুল একোর এক কর্মশালায় অংশগ্রহণকারী বাচ্চাদের তৈরি করা। | 本文英文版由Eduardo Ávila译自西班牙文 |
13 | ওজো আল সানকোচো উৎসবের অংশগ্রহণকারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর চিউদাদ বলিভারের নাগরিকরা এক ভালোভাবে নিয়েছেন। | 校对:Soup |
14 | উৎসব শেষের পরে, তার মূল পরিসমাপ্তি এই চাহিদার উপরে ভিত্তি করে টানা হয়েছিল যে একটা শক্ত কাঠামো গঠন করা উচিত যেখানে স্থানীয়ভাবে নেয়া সকল নেটওয়ার্কিং প্রচেষ্টা একত্রিত হয়ে মিশবে যাতে দেশব্যাপী নেয়া অডিও-ভিজুয়াল উদ্যোগ গুলো শক্তিশালী ও সাফল্য মণ্ডিত হয়। | |