Sentence alignment for gv-ben-20110327-16473.xml (html) - gv-zhs-20110324-8291.xml (html)

#benzhs
1বাহরাইন: অভিবাসী নাগরিকদের এখানে ভূমিকা পালন করার রয়েছে
2এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3উপসাগরীয় সহযোগী সংস্থা (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি)-এর সদস্যভুক্ত অন্যান্য দেশের মত বাহরাইনকেও উচ্চ ও নিম্ন পর্যায়ের কাজের জন্য বিদেশী শ্রমিক বিশেষত: দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়।
4২০১০ সালের আদমশুমারি অনুযায়ী বাহরাইনের ১.巴林:外籍人士发声
5২ মিলিয়ন জনসংখ্যার মধ্যে বিদেশী অভিবাসী নাগরিকরা সামান্য সংখ্যাগরিষ্ঠ, যাদের অনুপাত ৫১শতাংশ। বাহরাইনের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতায় অন্য দেশ থেকে আসা এসব জনগোষ্ঠী তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।包括巴林在内,“海湾合作理事会”(GCC)全体会员国都很倚重外籍劳工,以填补国内高低阶工作职缺,其中又以南亚劳工居多,2010年巴林人口普查资料显示,全国一百二十多万人口中,外籍人士约占51%,略高于半数。
6ইতোমধ্যেই রাজধানী মানামায় পাকিস্তানীদের বাড়ী-ঘরে হামলা হয়েছে।巴林近期抗争期间,外籍人士相当担心自己的安危,有媒体报导,部分巴基斯坦民众在首都家中遇袭。
7::D::, বাহরাইনে জীবন কাটিয়ে দেওয়া ভারতীয় বংশদ্ভূত (মহিলা) একজন সাংবাদিক ও ব্লগার বাহরাইনের চলমান অস্থিরতা নিয়ে তার চিন্তা কি, সে সম্বন্ধে লিখেছে:
8বাইরে থেকে বাহরাইনের আসা আমার মত আরো অনেকেই এ দ্বীপটিতে বেড়ে উঠেছে । আমাদের বাবা-মার বাহরাইনি পাসপোর্ট ছিলনা, আমাদেরও নেই।记者::D::有印度血统,一生至今多数时间居住在巴林,她写下对巴林社会持续抗争的感想:
9কিন্তু আমি বিস্মিত এ কারণে যে, শুধুমাত্র লাল রঙের পাসপোর্ট (বাহরাইনি পাসপোর্ট) না থাকার কারনে আমরা এ দেশের কম গুরুত্বপূর্ণ নাগরিকে পরিণত হয়েছি।
10আমাদের এমন এক সম্প্রদায়, যারা ভারত,পাকিস্তান,মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে থেকে এসেছি। আমাদের বাবা-মা কয়েক দশক আগে এ দেশে এসেছেন, এখানে আমরা আমাদের জীবন কাটাচ্ছি এবং আমরা বাহরাইনকে নিজের দেশ মনে করি।许多在巴林的外籍人士都和我一样,在这座岛屿上出生与成长,父母和我们或许没有巴林护照,但我很好奇,除了护照封面不是红色,我们和国内公民有何差异,我们的背景来自印度、巴基斯坦、美国或英国,父母数十年前移居此处,一切生活均建基于此,巴林就是我们口中的家乡。
11ব্লগার, আল-ফাতেহ মসজিদের কাছে সরকার পক্ষের এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে这位记者参加在Al-Fateh清真寺的亲政府集会
12আমরা স্বীকার করি বাহরাইন ঠিক স্বাভাবিক অবস্থায় নেই; আমরা স্বীকার করি সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়, রাজনৈতিক দল এবং প্রচার মাধ্যমগুলোর সংস্কার ও নব উদ্যোমে কাজ করা জরুরি।
13আরো অনেকেই আছেন যারা আন্দোলনকে যৌক্তিক মনে করেন। তাঁরা আন্দোলনে অরাজকতা তৈরি হওয়ার আগেই এর সমাধান চান।巴林并不完美,也亟需改革,包括政治与媒体都需要大幅整顿,在抗争失序之前,许多人都支持抗议群众的目标,我们听见他们的主张,也有所回应。
14আমরা তাঁদের যুক্তিগুলো শুনেছি এবং এ ব্যাপারে আমাদের মতমত কি তাদের তা জানিয়েছি।许多外籍人士都支持巴林政府,因为国家相当开明,尊重每个人的宗教自由。
15বাহরাইনে বাস করা এইসব বিদেশী জনগোষ্ঠী বাহরাইনের সরকারের প্রতি অনুরক্ত, কারন বাহরাইন সকল বিশ্বাস এবং ধর্মের প্রতি তুলনামূলকভাবে উদার এবং বিষয়টি নিয়ে বাহরাইন গর্ব করে।
16বাহরাইনে বাস করা এ রকম প্রচুর অভিবাসী নাগরিক শাসক পরিবারের প্রতি প্রকাশ্যে সমর্থনে প্রদান করেছে। যখন অনেক বিদেশী নাগরিকরা সরকারের সমর্থনে এখানে বের হয়ে আসে, তখন তাদের অনেকে এতে প্রতিক্রিয়া প্রদর্শন করে।许多外籍人士公开支持王室,对于这个现象,很多人的反应是,“那是他们的内政,你们为何插手?”,我只有一个问题想说,“若你家、你的国家受伤,诸位会坐视不管吗?”,当我国陷入危机,我们当然有权利与义务挺身而出。
17তারা বলে, এটা বাহরাইনের নিজস্ব ব্যাপার কেন তোমরা এর মাঝে নাক গলাচ্ছ?她也提到巴林媒体与外籍族群之间的发展:
18এই সমস্ত সমালোচকদের কাছে আমার একটাই প্রশ্ন, যখন আপনার ঘর এবং দেশে আগুন লেগে যায়, তখন কি আপনি এর থেকে দুরে থাকবেন এবং চেয়ে চেয়ে দেখবেন? এছাড়াও তিনি বাহরাইনের বাস করা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে বাহরাইনের প্রচার মাধ্যমের উন্নয়নের বিষয়টি প্রদর্শন করছেন।媒体进步许多,甚至已有一家近乎民营的电视台,不只拥有多份阿拉伯文与英文报纸,还有Tagalog、Malayalam、 Urdu等其他语文,过去一个月以来,国营的BTV尽力报导最新消息(虽然采取亲政府立场),媒体确实已进步不少,但也仍有诸多改善空间,BTV本周史无 前例地使用Tagalog及Hindi两种语文提供新闻快讯。
19এখানে প্রচার মাধ্যম বেশ বড় এক উদ্যোগ গ্রহণ করেছে।这项行为就是尊重与重视外籍族群的表现。
20এমনকি এখানে নিজস্ব বেসরকারি একটি দেশী (ভারতীয়) টিভি স্টেশন রয়েছে। এখানে আমাদের আরবী এবং ইংরেজী ভাষায় অনেকগুলো সংবাদপত্র রয়েছে।她在文末相信,政府会在此艰困时刻,尽力保障外籍族群安全:
21এছাড়াও বাহরাইনে ট্যাগালোগ, মালায়ালম এবং উর্দু ভাষায় সংবাদপত্র প্রকাশ হয়ে থাকে।
22গত মাস থেকে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি (বাহরাইন টেলিভিশন) আমাদের দ্রুত তাজা সংবাদ প্রদান করতে ব্যার্থ হচ্ছে [যদিও এটি সরকারের দিকে ঝুঁকে থাকে]।
23হ্যাঁ, এখানে প্রচার মাধ্যম লম্বা পথ পাড়ি দিয়েছে, কিন্তু তারপরেও তাকে সামনে অনেক দুর যেতে হবে।
24বাহরাইনের ইতিহাসে এই প্রথমবার বিটিভি ট্যাগালোগ এবং হিন্দি ভাষায় সংবাদ প্রদর্শন করেছে। বিদেশী হিসেবে এখানে বাস করা সম্প্রদায়ের প্রতি এটি শ্রদ্ধা এবং মূল্যায়নের প্রতীক।.我和家人从没想过离开,我在此出生,家人在此生活近30年,这里是我们的家,总理与外交部长也公开保证,会尽其所能维护安全,我相信他们,也相信巴林。
25লেখিকা তার পোস্টের সমাপ্তি টেনেছে এভাবে যে, সরকার এই কঠিন সময়ে এখানে বাস করা বিদেশী নাগরিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।
26আমি এবং আমার পরিবারের জন্য, এই দেশ ছেড়ে যাওয়ার প্রশ্ন কখনো মাথায় আসে না।
27এটি হচ্ছে সেই এলাকা, যেখানে আমার জন্ম হয়েছে, প্রায় ৩০ বছর ধরে আমার পরিবার এই দেশে বাস করছে, এটাই আমাদের বাসগৃহ।
28বাহরাইনের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র-মন্ত্রী নিশ্চিত করেছে যে, আমাদের নিরাপদে রাখার জন্য তারা তাদের সেরাটাই করবে।
29আমি তাদের বিশ্বাস করি এবং আমি বাহরাইনকে বিশ্বাস করি।她在Twitter使用@DilKnml为帐号。
30এছাড়াও ব্লগারের টুইটারে উপস্থিতি রয়েছে এবং তাকে @ডিল্কএনএমএল-তে পাওয়া যাবে।
31এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।