# | ben | zhs |
---|
1 | ভিডিওঃ প্লুরাল+ ২০১১-এর পুরষ্কার প্রাপ্ত তরুণ চলচ্চিত্র নির্মাতারা চিন্তা সৃষ্টিকারী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এবার সারা বিশ্বের তরুণদের নিউইয়র্ক শহরে পুরষ্কার প্রদান করা হয়। | 影片:“Plural + 2011”奖励年轻导演 |
2 | এই সমস্ত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে বৈচিত্র্যময়তা, অভিবাসন এবং সামাজিক অর্ন্তুভুক্তির মত বিষয়কে উপস্থাপন করে শান্তিপূর্ন এবং বৈচিত্র্যময় বহু সংস্কৃতিক সমাজ নির্মাণের প্রস্তাবনা। | 来自各国的年轻导演在纽约接受奖项,他们所拍摄的短片发人深省,从多样性、移民与社会融合等主题切入,对社会和谐与多元文化的可能性提出建议。 |
3 | সাদা কাগজে বিভিন্ন রঙের হাতের প্রিন্ট, সিসিবাই, ছবি জন মর্গানের | 白色布料上的多彩手印。 |
4 | প্লুরাল+ ইয়োথ ভিডিও ফেস্টিভ্যাল, তরুণদের সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে থাকে এবং এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জয়লাভ করার প্রচেষ্টার জন্য তাদের পুরষ্কার প্রদান করা হয়েছে। | 影像为Flickr用户John-Morgan所有,根据创用CC-2. |
5 | আসুন আমরা কিছু পুরষ্কার বিজয়ী ভিডিও দেখি। | 0授权使用 |
6 | গিফট নামক ভিডিওটিও পাং জিয়া উই, রায়ান চুন টান মিন এবং মালয়েশিয়ার টংকু আব্দুর রহমান কলেজ মিলে তৈরি করেছে। এই ভিডিওটি ১৮-২৫ বছর বয়স বিভাগে পুরষ্কার অর্জন করেছে। | Plural + Youth Video Festival(联合国青年影像展)在设立之初,便将年轻人视为社会改革的有力行动者;主办单位也在颁奖典礼上赞许年轻导演们投入于影片的心力。 |
7 | এতে আমরা দেখতে এবং শুনতে পাব, কি ভাবে তারা, নানাবিধ বৈচিত্র্যের দ্বারা একটি জাতিকে গঠন করছে। | 一起来看看几部获奖影片: |
8 | দি নিউ পর্তুগীজ একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র, যা পর্তুগালে অভিবাসনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। অভিবাসীদের দেশটির অন্য প্রান্ত থেকে রাজধানী লিসবনে আসা, কিংবা তাদের পিতামাতা যেখান জন্মগ্রহণ করেছে সেখান থেকে পর্তুগালে আসার ঘটনা নিয়ে এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে। | Gift(礼物)一片由Pang Jia Wei、Ryan Tan Chuan Min与马来西亚的拉曼学院共同制作,赢得了十八岁至二十五岁组的奖项。 |
9 | এতে দেখা যাচ্ছে অভিবাসীদের স্থানীয় হয়ে যেতে এবং শহরে নিজের অবস্থান গড়ে নিতে এবং যে দেশটিকে নিজেদের স্বদেশ বলে, সেখানেও নিজেদের মানিয়ে নিতে সমস্যায় পড়তে হয়। | 透过影片,我们得以观看、聆听一个多元国家的构成。 |
10 | উইশ হচ্ছে চিনের একটি পরিবারের উপর তৈরি করা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, এটি একটি বালকের গল্প, যে তা দাদার সাথে বাস করে, যার বাবা মা, জীবিকার প্রয়োজনে তাদের থেকে অনেক দুরে একটি শহরে বাস করে। | The New Portuguese(新葡萄牙之子)探讨葡萄牙的移民:无论是移居首都里斯本的葡萄牙人、或是在葡萄牙出生的外国移民第二代,都得竭尽心力在他们视为家园的城市与国家里寻求接纳与立足之地。 |
11 | এখানে দেখা যাচ্ছে বালকের পিতামাতা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য অর্থনৈতিক ভাবে সেই সব কাজ করছে, যা তাদের পরিকল্পনার চেয়ে বেশী চ্যালেঞ্জিং। | Wish(盼)的主题是当代中国的家庭。 |
12 | আই এ্যাম কোয়াইকুয়েনিয়া হচ্ছে আর্জেন্টিনা এবং বলিভিয়ার সীমান্তবর্তী এলাকায জন্ম গ্রহণ করা এক তরুণীর চিন্তার উপর নির্মিত তথ্যচিত্র। | 影片里有个小男孩,他的父母出外到远方的城市工作,他则跟着祖父一起生活。 |
13 | উক্ত তরুণী এমন এক জায়গায় বাস করে, যেখানে কোনকিছু সহজ নয় বিশেষ করে যখন ভৌগলিক অবস্থান এবং রাজনীতি এতে যুক্ত হয়ে যায়: | 影片探讨父母设法为孩子创造更好的经济条件,却可能碰上意料之外的难题。 |
14 | একই সাথে অনেক বিষয়ে মিল থাকার মানে যথেষ্ট নাও হতে পারে, যখন এ ক্ষেত্রে একটি ভিন্নতা কাজ করতে থাকে যাকে আরো বৃহত্তর হিসেবে বিবেচনা করা হয়… ইজরায়েল থেকে আসা ভিডিও বিটুউইন আস টু-এই ঘটনাকে তুলে ধরছে। | I am Quiaqueña(我是吉亚卡女人)反映了一位年轻女子的思考,她的家乡吉亚卡(La Quiaca)地处阿根廷与玻利维亚的边界,这样的地理与政治条件让个人的归属问题变得一点也不单纯。 |
15 | আওয়ার হুড-এ ওয়েফেলাম ক্রু নামক দলটিকে তুলে ধরেছে। | 假若两人之间存在着一道巨大的歧异,就算共享再多的相似之处也无以弥补。 |
16 | এটি একটি সঙ্গীত দল, যার সঙ্গীত সৃষ্টি করে রাস্তার ছেলেরা। তারা সবাই কেনিয়ার রাজধানী নাইরোবি শহরের বিভিন্ন পরিত্যাক্ত এলাকায় বাস করে। | 以色列的Between Us Two(我俩之间)说的就是这么一段故事。 |
17 | তারা গান গায় এবং বলে যে কি ভাবে সঙ্গীত তাদের জীবনকে বদলে দিয়ে আরো সুন্দর করেছে, সঙ্গীত তাদের শিক্ষা দিচ্ছে কি ভাবে প্রতিকূলতার মাঝে বেড়ে উঠতে হবে এবং জীবনের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করে যেতে হবে: এক্সাইল সং-এ, এক তরুণকে দেখা যাচ্ছে, যে তার পিতাকে চিঠি লিখছে। | 在Our Hood(我们这一群)这部影片中,由肯尼亚首都奈洛比贫民区街童所成立的乐团Wafalme Crew,在歌声与自白中描述音乐如何改变他们的生命、引领他们突破困境并且怀抱积极的人生观。 |
18 | তরুণটির পিতা চাকুরির জন্য সারা জীবন গৃহ থেকে দুরে দুরে কাটিয়েছে। তরুণ তার পিতাকে স্মরণ করিয়ে দিচ্ছে, যখন তার ইচ্ছে হবে গায়ক পাখির গান শোনার এবং তালগাছ গুলো দেখবার……তখন পিতাকে যে কাজটি করতে হবে, তাকে বাড়ি ফিরে আসতে হবে। | 短片Exile Song(离乡之歌)记述年轻男子写信给大半辈子都在异乡工作的父亲,提醒父亲,当他想念故乡的画眉歌唱或棕榈树时,就回家来。 |
19 | বিলং-এ, ফিনল্যান্ডের ভিন্ন ভিন্ন অভিবাসীরা নিজেদের দেশ থেকে দুরে বাস করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছে। এবং তারা এখানে আলোচনা করছে কোন কোন বিষয় তাদের এই অনুভূতি এনে দেয় যে, তারা তাদের এই নতুন বাসস্থানেরই একটি অংশ। | 在Belong(归属)这部片里,几位生活在芬兰的移民谈到远离家国的经验,并分享某些让他们对新家园产生归属感的事物。 |
20 | প্লুরাল + ইয়োথ ভিডিও এ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনারা অন্য সব পুরষ্কার বিজয়ী ভিডিও দেখতে পাবেন। | 在Plural + Youth Video的页面可以欣赏另外几部获奖影片。 |