# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড: আইলাভথাইল্যান্ড ওয়েব সাইট বির্তক তৈরী করেছে। | |
2 | খুব সম্প্রতি চালু করার ওয়েবসাইট আইলাভথাইল্যান্ড. ওআরজি অনলাইনে এক উত্তেজনা তৈরী করেছে। | 柬埔寨、泰国:网络民族主义 |
3 | থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিশিত ভিজ্জাজেভা ঘোষণা দেন যে এই ওয়েব সাইটের উদ্দেশ্য দেশটির ইমেজ বা চেহারা আবার ঠিক করা এবং সম্প্রতি কালে যে অস্থিরতা চলছে তার প্রেক্ষাপটে জাতিকে এক করা। | |
4 | ওয়েব সাইটে এক বির্তকের ঝড় তৈরী হয় যখন থাইল্যান্ড তার “হারানো অংশ” দাবী করে এবং ক্যাম্বোডিয়া দাবী করে তার সেই অংশ। কেআই মিডিয়া এক প্রতিবেদনে জানায়: | 最近推出的ilovethailand.org(我爱泰国)网站在网络上惹出争议,泰国总理艾比希(Abhisit Vejjajiva)表示,希望网站能重建泰国形象,并让泰国在近期动乱后团结,问题在于网站宣称今日柬埔寨部分土地为泰国「失落领土」。 |
5 | প্রধান ইংরেজি দৈনিক সংবাদপত্র নম পেন পোস্ট রিপোর্ট করেছে যে ক্যাম্বোডিয়ার সরকারী কর্মকর্তারা দ্রুত এই দাবীর সাপেক্ষে তদন্ত করার কথা উল্লেখ করেছেন। | |
6 | মি. পাহেই সিপাহান মন্ত্রীপরিষদের মুখপাত্র। | KI Media指出: |
7 | তিনি বলেন, “তারা (থাইরা) ইতিহাসের ঘটনা নিয়ে ঘোট পাকাচ্ছে। এটা সম্পুর্ন রুপে এক বাড়বাড়ি কর্মকান্ড”। | 柬埔寨主要英文报纸《金边邮报》报导,柬国官员急忙调查此项言论,文中引述部长会议发言人Phay Siphan表示:「泰国扭曲史实,完全夸大真相」。 |
8 | নম পেন পোস্ট অনুসারে থাইল্যান্ড ১৭৯৪ সালে শ্যাম নামে পরিচিত ছিল। | |
9 | সে সময় দেশটি দুর্বল হয়ে আসার খেমার রাজ্য থেকে সিয়েম রিপ ও বাট্টামবাং দখল করে নিজেদের সীমানা বাড়িয়ে নেয়।। | |
10 | কিন্তু ১৯০৭ সালে থাইল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এক চুক্তির মাধ্যমে তা আবার ফিরিয়ে দেয়। | |
11 | খেমারাইজেশন এক লেখা পোস্ট করেছে কেআই মিডিয়ায়। সেখানে তিনি আমাদের জানাচ্ছেন আইলাভথাইল্যান্ড. | 《金边邮报》指出,1794年时,趁着高棉王国衰微,时称暹逻的泰国并吞Siem Reap及Battambang两省,但1907年3月泰国与法国签署协约后,两地便已归还。 |
12 | ওআরজি একটা ওয়েবের জন্ম দিয়েছে: খেমার ওয়েব সাইট আইলাভখেমার. | Khmerization在KI Media告诉读者ilovethailand.org网站结果带来: |
13 | ওআরজি সাইটের জন্ম হয়েছে থাই প্রধানমন্ত্রির ওয়েব সাইট আইলাভথাইল্যান্ড. ওআরজির কারনে, যে সাইট “সম্ভবত মিথ্যা অভিযোগ করেছে”, তার জবাব দেবার জন্য। | ilovekhmer.org(我爱柬埔寨)网站成立,这个网站成立目的,就是为了反击ilovethailand.org内「显然不实的指控」,这个网站立刻受到网络人士欢迎,页面上每天都会累积许多阅览人次。 |
14 | ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এই সাইট খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার এক সাইট মেট্রো হটলি প্রচুর পাঠক পেয়েছে। | 泰国「失落领土」也透过网站影片标示出来,柬埔寨驻泰国使馆要求移除影片,博客Details are Sketchy在ThaRum留言,指称ilovethailand.org网站在柬埔寨遭禁,但不确定是哪一国封锁该站。 |
15 | আইলাভথাইল্যান্ড. ওআরজি সাইটে থাইল্যান্ডের “হারিয়ে যাওয়া” এলাকার ছবি ওয়েবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। | Thai Intelligent News Weblog指出,「网站在世界许多国家都遭骇客入侵,许多亲民主、熟知网络的泰国人不断攻击该网站」。 |
16 | থাইল্যান্ডে অবস্থিত ক্যাম্বোডীয় দু্তাবাস এই ওয়েব সাইট থেকে ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করেন। | |
17 | ডিটেলস আর স্কেচি তার ব্লগে থারামের মন্তব্যসহ এক প্রতিবেদনে জানাচ্ছে, ক্যাম্বোডিয়ায় আইলাভথাইল্যান্ড. | |
18 | ওআরজি ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু এটা পরিস্কার নয়, কোন পক্ষ এই কাজটি করেছে। | |
19 | থাই ইন্টেলিজেন্ট নিউজ ওয়েবলগে এক সংবাদ প্রকাশ করা হয় যে, “এই সাইটকে কেউ হ্যাক বা ছিনতাই করেছে এবং সারা পৃথিবীর অনেক দেশের সামনে সামনে তাকে হেয় করা হয়। | |
20 | এই সাইটকে হীন করার কাজ, কোন এক গণতন্ত্রপন্থীর। | Thai Intelligent News Weblog之后也针对民族主义认为: |
21 | ইন্টারনেট সমন্ধে ভালো জানে এমন এক ব্যাক্তি এই সাইট আক্রমণ করেছিল”। | |
22 | থাই ইন্টেলিজেন্ট নিউজ ওয়েবলগ তার কাজ করেই চলছে এবং অন্য সব সমস্যার ক্ষেত্রে জাতীয়তাবাদ দিয়ে ভারসাম্য বজায় রাখছে। এ বিষয়ে বর্ণনা করা হচ্ছে: | 泰国基于许多原因,在全球形象不佳,总理想出来的办法是全球「我爱泰国」运动,为了此种文化及历史民族主义,泰国与寮国、缅甸及柬埔寨等邻国都引起争议,民族主义原是好事,能建立对国家的爱与团结,但若演变为与邻国的冲突就太过份了。 |
23 | সারা বিশ্বে থাইল্যান্ডের এক খারাপ ইমেজ বা চেহারা তৈরী হয়েছে যার সমাধান [অভিশিত প্রণীত] সারা বিশ্বে ‘আমি থাইল্যান্ডকে ভালোবাসি' নামের প্রচারণা চালানো। | |
24 | থাইল্যান্ড এই ধরনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক জাতীয়তাবাদের প্রেক্ষাপটের কারণে তার প্রতিবেশীদের সাথে সমস্যায় জড়িয়ে পড়ে, যেমন লাওস, মায়নামার এবং ক্যাম্বোডিয়ার সাথে। | |
25 | জাতীয়তাবাদ ভালো। তা দেশের প্রতি ভালোবাসা ও একত্বতা তৈরী করে। | 泰国博客Thai 101指出,ilovethailand.org本身网站条款就有自我审查: |
26 | কিন্তু যখন প্রতিবেশীর সাথে সংঘর্ষ তৈরী হয় তখন এই সংঘর্ষ জাতীয়তাবাদকে অনেক দুরে নিয়ে যায়। | |
27 | অন্য আরেকজন থাই ব্লগার থাই ১০১ একটা দিক তুলে ধরেন যে, আইলাভথাইল্যান্ড. ওআরজির ক্ষেত্রে শর্ত এবং নীতির জন্য স্বয়ংক্রিয় সেন্সরশীপ এর প্রয়োজন হয়। | 这个网站是非经济性全国「振兴」方案,政府赞助成立这个网站,只有承认自己喜爱泰国大于人生才能加入,也只能表达对泰国的赞美及奉承,我确信网站最后一定能鼓励开放及丰富的对话,尤其是网站背后隐含的威胁,实在太棒了。 |
28 | এই সাইট অর্থনীতির সাথে যুক্ত নয় এমন এক জাতীয় উদ্দীপনামুলক প্রোগ্রাম হাতে নিয়েছে। | |
29 | সরকার দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটে কেবল তারাই প্রবেশ করে, যারা স্বীকার করে, তারা দেশটিকে তাদের জীবনের চেয়ে ভালোবাসে। | |
30 | এ ধরনের লোকজন কেবল এই সাইটে প্রবেশাধিকার রাখে। সেখানে তারা কেবল দেশের নামে তোষামোদ ও প্রশংসা করে। | 影片如附,Bangkok Crimes另指出,「泰国第14块失落领土,即为(与柬埔寨争夺不休的)寺庙Preah Vihear」。 |
31 | আমি নিশ্চিত, এটা খোলা এবং চিন্তাভাবনাপূর্ণ কোন কথা সৃষ্টি করবে না। | |
32 | বিশেষত শেষে তা হুমকি দেওয়া বাণী প্রকাশ করবে। বেশ চমৎকার। | 校对:Soup |
33 | নীচে যে ভিডিও প্রর্দশন করা হচ্ছে তা ব্যাংকক ক্রাইমের, এতে জানানো হচ্ছে যে “হারনো ভুখন্ডের চৌদ্দতম অংশ প্রিয়াহ বিহার”। | |