Sentence alignment for gv-ben-20090923-6458.xml (html) - gv-zhs-20090922-3778.xml (html)

#benzhs
1ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ওমানে ব্যাপক মাত্রায় সোয়াইন ফ্লু রোগ ছড়িয়ে পড়েছে।阿曼:博客新流感运动
2দেশটিতে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ১৬ ছাড়িয়ে গেছে, উপসাগরীয় এলাকার মধ্যে এই দেশে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।
3এ বছর স্কুল এবং কলেজ সেপ্টেম্বরে চালু হবার কথা ছিল, কিন্তু তা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী জানুয়ারীতে দেশটিতে যে সবচেয়ে বড় উৎসব হবার কথা ছিল তা ফ্লুর ভয়ে ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।阿曼国内H1N1新流感(或译猪流感、甲型流感)疫情相对严重,目前死亡人数已攀升至16人,为波斯湾地区最高,各级学校本应于9月开学,但却陆续延后至10月中,国内原订于元月举办的最大节庆,也因害怕流感疫情而取消。
4প্রচার মাধ্যমে যে পরিমাণ সংবাদ প্রকাশ হচ্ছে তাতে বেশীর ভাগ ওমানী ব্লগার মনে হচ্ছে না সুখী এবং তারা বিশ্বাস করে যে প্রচার মধ্যম সচেতনতা বৃদ্ধির জন্য আরো অনেক কার্যক্রম চালাতে পারত, বিশেষ করে যখন ঈদ উল ফিতরের উৎসবের সময় এই রোগ আরো বিস্তার ঘটাতে পারে, যা ২১শে সেপ্টেম্বর শুরু হয়েছে।
5ব্লগার হামেদ আল ঘাইথি সোয়াইন ফ্লু সচেতনতা সম্বন্ধে প্রচারণা চালানোর জন্য এক ব্লগ লেখা শুরু করেছেন, সেখানে তিনি কিছু পরামর্শ দিচ্ছেন:
6• ওমানি প্রচার মাধ্যমের প্রতি আবেদন জানানো হচ্ছে, তারা যেন সঙ্কট মূলক মনোভাবের সাথে সকল কাজ করে যা লোকজন শিক্ষিত করে তুলবে, তাদের সর্বোচ্চ সচেতনতার অনুশীলন করাতে সচেষ্ট হবে, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং তারা যেন সকলকে পরামর্শ দেয়, যেন কেউ কারো সাথে হাত না মিলায়, চুম্বন বিনিময় না করে এবং দলগত প্রার্থনা স্থগিত রাখে
7• সরকারের কাছে অনুরোধ জানানো, যেন তারা বড় বড় দোকান, সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে এবং ঈদে, লোকজনের এক সাথে হওয়া বন্ধ রাখে। • শিক্ষাবর্ষের প্রথম চার মাসের সকল কার্যক্রম বন্ধ রাখা এবং যদি ফ্রেব্রুয়ারীতে এই সমস্যা দুর না হয় তাহলে পুরো বছরের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা।多数阿曼博客似乎并不满意当地媒体的相关报导,认为应增加各种活动提升社会意识,尤其自9月21日开始的「开斋节」(Eid ul Fitr),疫情可能进一步扩散,Hamed Al Ghaithi发动博客新流感运动,他指出:
8• বাজার এবং স্কুলে জীবাণুমক্ত করণ বিষয়ে প্রচারণা চালানো • বিদেশ থেকে আগত কর্মচারীদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা এবং তাদের কোয়ারেন্টাইন অবস্থায় রাখা, যদি তাদের আক্রান্ত অবস্থায় পাওয়া যায়।并非以上所有措施都有可能实行,例如取消整个学年即不可行,但看到阿曼博客思索不同想法,并散播各种降低感染的预防资讯,总是好事一件。
9এই সমস্ত পরামর্শের সব গুলো যৌক্তিক ভাবে পালন করা সম্ভব হবে না, যেমন সারা বছরের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা, কিন্তু এটা অনেক সুন্দর বিষয় যে ওমানী ব্লগারের মাথা খাটিয়ে বের করা নতুন চিন্তা, এই বার্তা ছড়িয়ে দিচ্ছে এই রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে প্রাক সতর্কতা অবলম্বন করা উচিত।
10ব্লগার বাদের এল হিনাই জানাচ্ছেন আজ থেকে সোয়াইন ফ্লুর বিপক্ষে ব্লগাররা অফলাইন প্রচারণা শুরু করেছে। এই প্রচারণায় কিছু ব্লগার স্থানীয় এক মার্কেটে যাবে এবং লোকজনকে শিক্ষিত করবে পণ্যের জীবাণু মুক্ত করণ কি ভাবে করতে হয় সে বিষয়ে।博客Bader Al Hinai表示,博客对抗新流感的实体活动已从9月20日开始,有些博客前往当地市场,教育民众如何适当使用消毒产品,不过目前网络还找不到相关活动记录;这位博客亦指出,假期后活动预计很快就会公布。
11এই প্রচারণা কি ভাবে আগাচ্ছে সে সম্বন্ধে অনলাইনে কোন তাজা সংবাদ থাকবে না।校对:Soup
12বাদেরের মতে ছুটির পর আশা করা হচ্ছে ভবিষ্যৎের সব অনুষ্ঠানের খবর শীঘ্রই প্রচার করা হবে।