# | ben | zhs |
---|
1 | হাইতি: জীবিতদের জন্য উদ্ধার প্রচেষ্টা, তাদের সন্ধানে অভিযান | 海地:抢救幸存者,寻找失踪者 |
2 | এখানে কয়েকটি অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও ডাটাবেজ বা তালিকাভাণ্ডার রয়েছে, যেগুলো গত কয়েকদিন ধরে যারা হাইতির বাইরে রয়েছে তাদের আত্মীয় ও পরিবার সম্বন্ধে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ও জীবিত যাদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন, তাদের জন্য কাজ করে যাচ্ছে। | |
3 | হাইতিতে অনেকে এখনো তাদের নিজেদের ভেঙ্গে পড়া বাড়ির নিচে আটকা পড়ে আছে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অনলাইনে এক বিস্তৃত তালিকা রয়েছে, যেখানে নিখোঁজ বন্ধু বা আত্মীয়দের অনুসন্ধান করা যেতে পারে। | 在这里的只是一部分线上网络与资料库,都是这几天才动员起来帮助在国外的亲属找到家人,并管理幸存者急切需要的帮助,许多人还被困在房屋残骸下。 |
4 | প্রধান প্রধান সংবাদ সংস্থা যেমন, নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এবং একই সাথে গুগলের মত প্রতিষ্ঠানও নিখোঁজ ব্যক্তিদের এক তালিকা তৈরি করেছে। | 红十字国际委员会有一个寻找失踪朋友或家人的大规模线上资料库。 |
5 | হাইতি আর্থকোয়েক সাপোর্ট সেন্টার বা হাইতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থের সাহায্য কেন্দ্র এমন এক যন্ত্রের (টুলস) উপর কাজ করছে, যা স্বেচ্ছাসেবীদের ছবি মেলাতে সাহায্য করবে। | 主要新闻机构,如纽约时报和CNN有线新闻网,以及Google,也设立了失踪者的资料库。 |
6 | সংবাদে ছাপা ছবি থেকে পাওয়া বিভিন্ন মানুষের মুখের ছবি তারা হারিয়ে যাওয়া মানুষের ছবির সাথে মিলিয়ে দেখছে। | 一个名为海地地震支援中心的网站正在制作可以让志愿者帮助比对新闻照片上的脸孔以及失踪者脸孔的工具。 |
7 | আর্থকোয়েক হাইতি নামের এক ফেসবুক গ্রুপে সম্প্রতি ১৫০,০০০ বেশি সদস্য এবং ৪,০০০ টি বেশি ছবি পোস্ট করা হয়েছে। | 在Facebook的群组地震海地目前有超过15万的会员以及超过4000张寻找亲人的照片。 |
8 | ছবিগুলো পরিবারের সদস্যরা পোস্ট করেছে, যারা তাদের ভালবাসার মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে। | 于肯亚选举危机期间造成巨大成效的平台Ushahidi,也正在比对危机资讯,包含失踪者报告、倒塌建筑物及道路状况的资讯。 |
9 | কেনিয়ার নির্বাচনী সংকটের সময় ব্যবহৃত উসাহিদিকে কার্যকর ভাবে ব্যবহার করা হয়েছে। এটি এখানেও সংকট বিষয়ক তথ্য মানচিত্র তৈরি করছে। | 在Twitter上,侨民使用#relativesinhaiti的标签试图寻找失踪的亲人。 |
10 | এর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া মানুষ, ভেঙ্গে পড়া ভবন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন, সে সম্বন্ধে তথ্য। | 与此同时,#rescuemehaiti 正被用来引导搜索和救援的工作至太子港附近的具体地址。 |
11 | বিদেশে বাস করা হাইতিবাসীরা টুইটারে #রিলেটিভসইনহাইতি নামক ট্যাগ ব্যবহার করছে। | 据悉那里的幸存者仍被困在瓦砾堆底下。 |
12 | তারা এখনো তাদের নিখোঁজ আত্মীয়দের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে। | Christopher Frecynet仍然活着,他们听到他的尖叫声。 |
13 | ইতোমধ্যে #রেসকিউমিহাইতিকে ব্যবহার করা হচ্ছে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও তার আশেপাশে সরাসরি উদ্ধার অভিযান ও বিশেষ উদ্ধার অভিযানের জন্য। | 地址:64 Rue Nord Alexis。 |
14 | জানা গেছে সেখানে এখনো অনেক বেঁচে যাওয়া লোক বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে: | 打电话给亲戚Daphney 509-39046983 |
15 | ক্রিস্টোফার ফ্রেসাইনেট এখনো জীবিত। | 加勒比市场有63人还活着。 |
16 | তারা এই ব্যক্তিটির আর্তনাদ শুনতে পাচ্ছে। | 幸存者传简讯以便我们能够派出救援。 |
17 | ৬৪ রু নর্ড আলেক্সি। চাচাতো ভাই ডাফেইকে ডাক ৫০৯-৩৯০৪৬৯৮৩ | 请让大家知道 |
18 | ক্যারিবিয়ান মার্কেটের ভেতরে ৬৩ জন লোক এখনো বেঁচে আছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা টেক্সট মেসেজ বা মোবাইলে বার্তা পাঠাচ্ছে, কাজেই আমরা তাদের সাহায্যের জন্য পাঠাতে পারি। | Heloise Boyer正被困在她家里,地址:#40 Rue O, Turgeau. |
19 | দয়া করে লোকজনকে জানা। হেলোইজ বয়ার নামক ভদ্রমহিলা তার নিজের ঘরে আটকা পড়ে রয়েছেন #৪০ রু ও, টুরগেউ। | 需要帮助! |
20 | সাহায্য প্রয়োজন! কলেজ কানাপে ভের্ট এর নিচে আটকা পড়া লোকগুলো এখনো জীবিত রয়েছে। | 在Canapé Vert学院还有人们仍然活着,他们为了求救而大叫着。 |
21 | তারা সাহায্যের জন্য চিৎকার করছে, যাতে তাদের সেখান থেকে বের করে আনা হয়… অক্ষাংশ:১৮°৩১′২৫. | 纬度:18°31′25. |
22 | ৭৪″উ দ্রাঘিমাংশ: ৭২°১৬′২৮. ২৫″প #ব্রেসমা #হাইতি, আমাদের খাবার এবং পানির প্রয়োজন। | 74″N,经度:72°16′28.25″W #bresma #Haiti 我们需要立刻将约150人份的食物和水送到这里。 |
23 | এখন সেখানে প্রায় ১৫০ জন লোক রয়েছে | 校对:Soup |