# | ben | zhs |
---|
1 | পশ্চিম সাহারা: ম্যাকডোনাল্ডস এর তৈরী মানচিত্র নিয়ে বির্তক | 西撒哈拉:麦当劳玩具地图划分惹非议 |
2 | মরোক্কোতে ম্যাকডোনাল্ডস ফুড চেইন কিছুদিন আগে এক বির্তকের মুখে পড়ে, কারন শিশুদের জন্য হ্যাপী মিল নামের এক খেলনায় মরোক্কার এক মানচিত্র তারা যুক্ত করে দেয়। | |
3 | এই মানচিত্রে পশ্চিম সাহারা অঞ্চল মরোক্কো থেকে আলাদা করে দেখানো হয়েছে। পশ্চিম সাহারা নিয়ে মরোক্কো ও আলজেরিয়া সমর্থিত পোলিসারিও ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। | 麦当劳摩洛哥分公司最近引发争议,因为最近附快乐儿童餐赠送的玩具上绘着摩洛哥地图,其中将西撒哈拉划为非摩洛哥领土,摩洛哥政府与阿尔及利亚支持的「人民解放阵线」不断争夺这块地区。 |
4 | এই বির্তকিত কাহিনীর শেষ হয় ম্যাকডোনাল্ডস কর্তৃক মরোক্কোর নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে। | |
5 | যদিও মরোক্কোর ব্লগাররা এই বিষয়ে নিশ্চুপ ছিল, কিন্তু পশ্চিম সাহারার ব্লগজগত এবং তাদের বন্ধুরা এই বিষয়ে মন্তব্য করেছে। | |
6 | স্যান্ড এন্ড ডাস্ট ব্লগের নিক ব্রুকস প্রাথমিকভাবে এই অঞ্চলের দিকে মনোযোগ দিয়েছিলেন ক্ষমা বিষয়ক একটা লেখা লিখে: | |
7 | আমি ধারণা করি বিষয়টি বোধগম্য- যেমন আর্ন্তজাতিক আইন এবং জাতিসংঘ কতৃক করা সমাধান-এর প্রতি সামান্য বিবেচনা বোধ, এবং অঞ্চলিক আধিপত্যবাদের প্রতি অবস্থান নেওয়া এবং ব্যাপকভাবে মানবাধিকার লংঘিত হবার বিষয়টি পিছনে চলে গেল যখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে বার্গার বিক্রি করা এবং প্রচুর অর্থ উপার্জন করা। | |
8 | কানাডা প্রবাসী ব্লগার গুফিয়া অন্য সব ব্লগারদের সাথে ম্যাকডোনালসকে বয়কট করার আহ্বান জানান: সংবাদ পত্র (০১. | 最后麦当劳分公司向摩洛哥人民致歉,才平息这场争议。 |
9 | ১২.০৮) থেকে আমরা জানতে পারলাম ম্যাকডোনাল্ডস মরোক্কো শাখা তাদের কিছু হ্যাপী মিল খেলনা বাজার থেকে উঠিয়ে নিয়েছে। | |
10 | এই খেলনাগুলোতে পশ্চিম সাহারার সাথে মরোক্কোর বৈধ ভাবে স্বীকৃত সীমান্ত উল্লেখ করা ছিল। | |
11 | ধারণা করা হচ্ছে এই খেলনার বদলে কিছু নতুন খেলনা বাজারে ছাড়া হবে যেখানে মানচিত্রে পশ্চিম সাহারকে মরোক্কোর ভেতরে দেখানো হবে। এটি আর্ন্তজাতিক আইনের পরিস্কার লংঘন। | 相较于摩洛哥博客沉默以对,西撒哈拉及相关博客对此事评论较多,Nick Brooks的博客Sand and Dust便以当地为主题,也提到这起事件: |
12 | যারা সচেতন তারা জানে পশ্চিম সাহারা জাতিসংঘ কতৃক ঘোষিত একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। মরোক্কো সামরিক বাহিনী সেখানে জোর করে ঢুকে পড়ে এবং তা দখল করে রেখেছে। | 我想这种结果也不令人意外,考虑到尊重国际法和联合国宪章等,还有领土侵略、占领土地、侵害人权等,不过和卖汉堡及赚大钱比较起来,这些就没那么重要了。 |
13 | জাতিসংঘ বা বিশ্বের অন্য কোন দেশ এখনও এর কোন স্বীকৃতি দেয়নি। | 移居加拿大的Goufia与其它博客一同呼吁抵制麦当劳: |
14 | মরোক্কো নিয়মতান্ত্রিকভাবে সাহারাউই জনগোষ্ঠীর মানবাধিকার লংঘন করছে, তারা জাতিসংঘ সনদ বা নীতি ভঙ্গ করছে এবং সাহারাউই জাতির স্বায়ত্বশাসন ব্যবস্থা রোধ করে রেখেছে। মরোক্কোয় অবস্থিত ম্যাকডোনাল্ডস কোম্পানী ম্যাকডোনাল্ডস -এর চরিত্র ও সুনাম ক্ষুন্ন করেছে। | 我们从12月1日的媒体得知,麦当劳摩洛哥分公司回收一批快乐儿童餐玩具,因为上头的地图将西撒哈拉与摩洛哥划为两地,新版玩具则将西撒哈拉再度划为摩洛哥领土,这等于明显违反国际法,各位应该都明白,联合国早已宣布西撒哈拉为「非自治领土」(Non-Self-Governing Territory),遭到摩洛哥以军队入侵及占领,该国所宣示的主权未获联合国或世界任何国家承认。 |
15 | আমরা ম্যাকডোনাল্ডস কোম্পানীর কাছে আবেদন জানাচ্ছি তারা তাদের মরোক্কোয় অবস্থিত শাখা যেন আর্ন্তজাতিক আইন এর প্রতি শ্রদ্ধা রাখে এবং তা লংঘন না করে সেই ব্যবস্থা নেয়। | 摩洛哥不断侵害西撒哈拉民众人权,拒绝接受联合国多项决议与人民自决权;麦当劳摩洛哥分公司的决定有损企业形象,我们呼吁麦当劳采取必要行动,确保摩洛哥分公司尊重国际法… |
16 | এই বয়কট সমন্ধে ফরাসি বা স্প্যানিশ ভাষায় লেখা পাওয়া যাবে সাহারা রেজিস্ট (সাহারা প্রতিবাদ) নামক ব্লগে। | Sahara Resiste博客能看到关于抵制行动的西班牙文及法文内容,关于摩洛哥与西撒哈拉的联合国地图请见此。 |
17 | জাতিংঘ কতৃক তৈরী করা মরোক্কো এবং পশ্চিম সাহারার ম্যাপ পাওয়া যাবে এখানে। | 校对:Soup |