Sentence alignment for gv-ben-20090616-3767.xml (html) - gv-zhs-20090614-2975.xml (html)

#benzhs
1মোজাম্বিক: রাষ্ট্রপতি পদপ্রার্থীর উপর আক্রমন莫桑比克:总统参选人遭袭击
2মোজাম্বিকের ব্লগার কালোর্স সেররা [পর্তুগীজ ভাষায়] এবং পাওলো গ্রান্জো [পর্তুগীজ ভাষায়] রাজনীতিবিদ ডেভিজ সিমাঙ্গোর উপর ৮ তারিখ সোমবার হওয়া আক্রমণের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন।莫桑比克博客Carlos Serra[葡萄牙文]与Paulo Granjo[葡萄牙文]对政治人物Daviz Simango昨天在北边的港口城市纳卡拉(Nacala) 遭袭击的事件发表看法。
3উত্তর মোজাম্বিকের বন্দর নগরী নাকালায় তার উপর এই আক্রমণ চালানো হয়।除了部落圈的回应之外,Simango的政党也在Twitter上(@mdmwiki)公布这项消息。
4ব্লগস্ফেয়ারের এই প্রতিক্রিয়া ছাড়াও সিমাঙ্গোর দল (@এমিডএমউইকি) এই আক্রমনে টুইটার করেছিল। সিমাঙ্গো, বেইরা শহরের মেয়র এবং এ বছর তিনি তার নতুন দল এমিডএমের প্রতিষ্ঠা করেন যখন তিনি পুরোন বিরোধী দল রেনামোর সাথে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।Simango是贝拉市(Beira)的市长,今年上半年因为和传统反对党「莫桑比克民族抵抗运动」(RENAMO)意见不合而成立了自己的新政党「莫桑比克民主运动」(MDM)。
5কিছুদিন আগে তিনি ও তার দল নিশ্চিত করেন যে রাষ্ট্রপতি ও অক্টোবরের নির্বাচনে অংশ নেবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।几天前他和政党才刚对外证实要角逐十月总统大选的计划。 Simango在前往政党会议的路上,聚集群众当中的有心人士抢了警方的武器,朝他的车开枪。
6যে সময় সিমাঙ্গো গাড়ীতে করে দলের এক সভায় সভাপতিত্ব করার জন্য যাচ্ছিলেন, সে সময় কয়েকজন ব্যক্তি সন্নিবেশিত হওয়া জনতার ভীড়ের মধ্যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তার গাড়ী লক্ষ্য করে গুলি করে।他幸运逃过一劫,没有外伤,但据媒体报导有三个人受到波及,包含一位受伤的警察。
7তিনি আঘাত থেকে রক্ষা পান, কিন্তু প্রচার মাধ্যম জানাচ্ছে যে তিনজন লোক আহত হয়েছিল, যার মধ্যে একজন পুলিশের লোকও রয়েছে।莫桑比克独立媒体初步研判,开枪的应该是RENAMO的成员。
8প্রাথমিকভাবে মোজাম্বিকের স্বাধীন প্রচার মাধ্যম জানাচ্ছে যে আক্রমণকারীরা রেনামোর সদস্য ছিল।校对:Soup