Sentence alignment for gv-ben-20140127-41481.xml (html) - gv-zhs-20140209-13170.xml (html)

#benzhs
1লাওসের হাতিগুলোকে রক্ষা করুন হাতি সংরক্ষণ কেন্দ্রের ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে।拯救「万象之乡」
2এক সময় লাওসকে বলা হত লক্ষ হাতির দেশ।照片来源:大象保育中心脸书专页
3কিন্তু বেআইনিভাবে হাতি ধরা এবং গজদন্তের ব্যবসার কারণে বর্তমানে হাতির সংখ্যা অনেক কমে গেছে। তাছাড়া লগিং এলাকায় অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিছু হাতি মারা যাচ্ছে।原有「万象之乡」之称的寮国,因严重盗猎及非法象牙交易的缘故,使得大象的数目锐减至数百头。
4বর্তমানে আনুমানিক ৩০০ থেকে ৬০০টি বন্য হাতি রয়েছে লাওসে:部份在伐木区工作的大象,甚至因过劳而濒临死亡。
5বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্য হাতির সংখ্যা ৩০০-৬০০টি।经预测统计,目前野生大象的总数只剩三百至六百头左右:
6অন্যান্য দেশের মতোই লাওসের বন্য হাতিরা মানুষ কর্তৃক নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।象群被迫四散,寮国野生大象数量据信只剩300至600头左右;犹如其他国家,野生大象受到各种人类活动威胁而减少:
7এর মধ্যে বনভূমি ধ্বংস, বেআইনিভাবে হাতি শিকার, বনে বসতি স্থাপন এবং হাতি-মানুষের সংঘর্ষ অন্যতম। ইতোমধ্যে লাওসে বন্দী হাতির সংখ্যা ৪২০-এ গিয়ে ঠেকেছে:如森林砍伐、违法盗猎、人类居地扩张与人象冲突等。
8দু:খজনকভাবে বন্দী হাতির সংখ্যাও কমছে। আনুমানিক ৪২০টি বন্দী হাতি রয়েছে লাওসে।同时,还约有四百二十头的圈养大象:
9নতুন শতাব্দীতে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে, জীবনযাত্রার ব্যয় মেটাতে মাহুতরা (হাতির মালিক) হাতিদের দিয়ে সপ্তাহের সাতদিনই কাজ করাচ্ছেন। লগিং শিল্পেই হাতিদের বেশি ব্যবহার করা হচ্ছে।从2000年开始,寮国的大象背负着经济成长的重担,管象人为了生计,迫使大象全年无休工作,使得这些圈养的大象数量仍持续减少,仅存约四百二十头。
10এটা খুব কষ্টকর, বিপদজনক কাজ।多数大象负责繁重且危险的伐木运送工作。
11পুরুষ হাতিরা এ কাজ করে খুব ক্লান্ত থাকে। এবং প্রজননে ব্যস্ত হয়ে পড়ে।其中,过劳的公象,又因劳于运送伐木而无力繁殖,甚至死于伐木意外。
12অনেক সময় লগিং দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। আশার কথা দেশে হাতি রক্ষার উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে।不过令人庆幸的是,「保卫大象」的意识正在寮国兴起,而大象保育中心正是引领这股「保卫大象」意识的组织之一:
13হাতি সংরক্ষণ কেন্দ্র এই সচেতনতা তৈরির কাজে নেতৃত্ব দিচ্ছে: হাতি সংরক্ষণ কেন্দ্র হাতি পর্যটন ক্যাম্প থেকে নিজেদের আলাদা করেছে।大象保育中心不同于其他的大象观光营区,其成立是以成为象群繁衍、哺育、修身养息并且给予象群治疗的避风港为目的,别期待在大象保育中心会见到观光客整天骑着大象的光景。
14তারা হাতির প্রজনন, স্তন্যপান করানো এবং রোগ নির্ণয়ের একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে।除了是第一个提供生态旅游行程的主组织外,大象保育中心也是寮国第一间专门照护大象的医院。
15এদের কাছে হাতিতে চড়ে সারাদিন ঘোরাঘুরির প্যাকেজ ট্যুর আশা করবেন না।另外,中心也提供那些依赖大象维持生计的管象人与饲主技术协助与生活补贴。
16এটি লাওসের প্রথম হাতি হাসপাতালের পাশাপাশি ইকোট্যুরিজম ক্যাম্প হিসেবেও কাজ করে।此外,保育中心也是大象庇护所。
17তাছাড়া প্রতিষ্ঠানটি যেসব মাহুত প্রতিদিন হাতির আয়ের ওপর নির্ভরশীল তাদের কারিগরি এবং জীবিকা বিষয়ক সহায়তা প্রদান করে থাকে।
18বন সংরক্ষণ কেন্দ্রটি উদ্ধারকৃত হাতির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে।他们之前拯救了一头刚出生的年轻大象,并暂时帮他取名为Noy。
19নয় (Noy) নামে যে অল্পবয়স্ক হাতি রয়েছে, তারা সেগুলো উদ্ধার করতে সক্ষম।若干年后,Noy将为牠自己挑选一个全新的名字,首席兽医师Emmanuelle Chave如此解释挑选名字的过程:
20কয়েক বছর পরে, হাতিগুলো নতুন নাম পেয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান পশু চিকিৎসক ইমানুয়েল শেভ:为了让大象了解各种不同的信号与指示,满三岁的大象将接受管象人的训练,以便未来与人类一同工作。
21তিন বছর বয়সে হাতি তাদের ভবিষ্যত মাহুতের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে থাকে। এ সময়ে তারা মানুষের সাথে কাজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় সাড়া দেয়া শিখে নেয়।其中,僧人安排的计划,更是让大象「走出森林,融入人类」的重要过程,结训时,受训的大象将从三个上头有着名字的甘蔗中,挑选自己的名字。
22একজন ওঝা হাতিদের বন ছেড়ে মানব বিশ্বে আসার এই গুরুত্বপূর্ণ যাত্রার আয়োজন করে।最先被挑中的甘蔗,就是该名大象的新名字。
23প্রশিক্ষণ শেষে হাতিদের তিনটি আখ দেয়া হয়, সেখানে তাদের নাম লেখা থাকে।Brita在拜访过保育中心后,了解到中心成立的目地是为了捍卫大象的福利:
24হাতি প্রথম যে আখটি নেয়, আখে লেখা নামটিই তার নাম হয়।大象保育中心可能会是你拜访过少数几个「动物至上」的地方。
25ব্রিটা কেন্দ্রটি পরিদর্শন করে হাতিদের রক্ষায় তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন:在这里,牠们毋须迁就别人的行程与需要,而是人们去配合牠们的作息与需求。
26হাতি সংরক্ষণ কেন্দ্র গুটিকয় জায়গার মধ্যে একটি যেখানে গিয়ে আপনি হাতিদের মানুষের চাহিদা মেটানোর কাজে ব্যবহৃত হতে দেখবেন না। এখানে হাতিদের তাল এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখেই মানুষের ভ্রমণসূচি তৈরি করা হয়।不过当保育中心准备为大象另觅「新家」时,我却高兴不起来,因为虐象的事情在世界各地层出不穷,说穿了所谓的「搬家」可能只是从一种悲惨生活(运木过劳)换到另一种悲惨生活(观光乘象)罢了。
27এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন হাতি পছন্দ করার পালা আসে, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। সারা পৃথিবীতেই এসময়ে হাতিদের সাথে বাজে আচরণ করা হয়।同样造访过保育中心的jo eebisujima学到,在大象的背上设置座椅,对大象而言,是非常痛苦的:
28জো ইবিসুজিমা কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন। পিছনে চেয়ার বহন করা হাতির জন্য যে খুব কষ্টকর সেটা তিনি সেখানে গিয়ে শিখেছেন:我学到一件非常重要的事,即是以往用来载运乘客与货物而设置在象背上的座椅(象轿),因为不符骨骼形状的关系,其实是对大象的健康有害的。
29আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখেছি।直接坐在大象的背上且不使用任何坐垫,对牠们而言反而还比较舒服。
30সেটা হলো, মানুষ এবং মালপত্র বহন করার জন্য হাতির পিছনের দিকে যে চেয়ার ব্যবহার করা হয় তা হাতির জন্য খুব কষ্টের কারণ হয়। হাতির হাড়ের আকৃতির কারণে এটা হয়… হাতিতে চড়ার সবচে' আরামদায়ক উপায় হলো, কোনো ধরনের জিন ছাড়াই ঘাড়ের ওপর বসা।译者:Cheng,HsiaoJen 校对:Josephine Liu