# | ben | zhs |
---|
1 | সিরিয়াঃ দামেস্কে সরকার পন্থীদের শোভাযাত্রায় ২. ৩ কিলোমিটার লম্বা একটা পতাকা | 叙利亚:挺政府集会里的 2.3 公里长国旗 |
2 | এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ. | 总统巴沙尔. |
3 | সিরিয়ায় আজ (১৫ জুন, ২০১১) রাষ্ট্রপতি বাসার-আল আসাদ পন্থীরা এক শোভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রায় তারা রাজধানী দামেস্কের মেজ্জাহতে একটা ২. | 阿萨德的支持者今天在首都大马士革的迈宰发起一场挺政府集会,他们带着一面 2.3 公里长的叙利亚国旗,高呼“人民支持巴沙尔. |
4 | ৩ কিলোমিটার লম্বা পতাকা বহন করে। | 阿萨德”。 |
5 | সে শোভাযাত্রায় স্লোগান দেওয়া হচ্ছিল “ জনতা বাসার আল আসাদকে চায়”। | Daniel 在推特上分享集会的照片,他说: |
6 | টুইটারে, ড্যানিয়েল এই শোভাযাত্রার কিছু ছবি প্রদর্শন করেছে এবং টুইট করেছে: | 迈宰高速公路上两千三百公尺长的叙利亚国旗。 |
7 | দামেস্কের মেজ্জাহ নামক রাস্তায় ২৩০০ মিটার লম্বা একটা পতাকা প্রদর্শন করা হয়েছে। লোকজন জড়ো হয়েছে। http://twitpic.com/5bsc3a | 群众正在聚集。http://twitpic.com/5bsc3a |
8 | ড্যানিয়েল, টুইটারে ২. ৩ কিলোমিটার লম্বা পতাকার ছবি প্রদর্শন করছে। | Daniel 在推特上分享一张 2.3 公里长旗帜的照片 |
9 | আনান টেল্লো এর সাথে যোগ করেছে: ” সিরিয়ার সবচেয়ে বড় পতাকা সাথে নিয়ে আছি” দামেস্কের মেজ্জাহ সড়কে তরুণদের এক প্রচারণা শুরু হয়েছে | Anan Tello 补充: |
10 | নাই ইচ্ছা প্রকাশ করেছে, যদি সে এই শোভাযাত্রায় অংশ নিতে পারত: | 年轻人的“和我们一起举起这最大的叙利亚国旗”活动从大马士革的迈宰高速公路上展开。 |
11 | আহ, আমি যদি আগামীকাল মেজ্জাহতে অনুষ্ঠিত ২৩০০ মিটার লম্বা পতাকা শোভাযাত্রায় উপস্থিত থাকতে পারতাম। | Nai 希望自己也能在现场: |
12 | #সিরিয়া #দামেস্ক | 我希望明天也能去迈宰跟两千三百公尺长的国旗一起游行。 |
13 | তবে টুইটারে অন্যরা এতটা উত্তেজিত নয়। | #Syrian #Damascus |
14 | হানিন আলহাসানলিখেছে [ar]: | 其他推特网友则没那么兴奋。 |
15 | আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার নাগরিকরা উদ্বাস্তু হিসেবে উদ্বাস্তু শিবিরে বাস করছে … আবার সিরিয়ার নাগরিকরা নাচছে ও উদযাপন করছে এবং তাদের শাসককে সমর্থন করছে | Haneen AlHassan 说: |
16 | এ ছাড়াও টুইটারে, ফরেন পলিসির ব্লাক হাউসসেল তার মতামত প্রদান করেন। | 今天我们看到有叙利亚人在难民营里…… 而还有其他叙利亚人载歌载舞支持政府。 |
17 | তিনি বলেন যে সিরিয়ার সকল নাগরিকরা একই ধারণা পোষণ করে না। | 同样在推特上,外交政策的编辑 Blake Hounshell 分享他的看法,他认为并非所有叙利亚人都站在同样的立场。 |
18 | সে টুইট করেছে : | 他说: |
19 | @এমিলে_হোকায়েম @আবুআরডভার্ক @এক্রোসদাবে, এদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমি এখনো নিশ্চিত নই যে, সংখ্যাগরিষ্ঠ সিরীয় নাগরিক বাসারের বিদায় কামনা করে। | @emile_hokayem @abuaardvark @acrossthebay 个人看法,我仍然不认为想要巴沙尔下台的叙利亚人占多数。 |
20 | মতের যে পার্থক্য তার প্রমাণ সামাজিক প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক, যেখানে ১৫ মার্চের বিক্ষোভ শুরু হবার পর থেকে সরকার পন্থী এবং সরকার বিরোধী পাতা উঁকি দিচ্ছে। | 社会媒体平台上可清楚看出这种分歧,在脸书上尤其明显。 |
21 | হিসেব করে দেখা গেছে যে কেবল ফেসবুকে সিরিয়ার সরকারকে সমর্থন করে ১৫ টি পাতা তৈরি করা হয়েছে। | 三月十五日抗议活动开始后支持和反对政府的页面都出现了,光是脸书上就有十五个支持叙利亚政府的页面。 |
22 | এর মধ্যে দামাস্কাস নিউজ নেটওয়ার্ক (ডিএনএন) অন্যতম, যাদের ৩,০০০ অনুসারী রয়েছে। | 其中大马士革新闻网(DNN)有超过三千名用户追踪。 |
23 | এটা এই সব অনুসারীদের প্রতিদিনের ঘটনার তাজা সংবাদ প্রদান করে এবং সুযোগ পাওয়া মাত্রই বিক্ষোভকারীদের নিন্দা জানায় এবং তাদের উপর আক্রমণ চালায়। | 它提供每日最新动态,一有机会便贬损攻击抗议群众。 |
24 | মেজ্জাহ-এ অনুষ্ঠিত আজকের শোভাযাত্রার বিষয়ে, ডিএনএন লিখছে: | DNN 如此评注今天在迈宰的集会: |
25 | দামেস্কের আলমাজ্জা সড়কে আমাদের রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি সমর্থন প্রকাশের জন্য সিরিয়ার পতাকা উত্তোলন (২৩০০ মিটার লম্বা এবং ১৮ মিটার চওড়া) করার জন্য আয়োজিত শোভাযাত্রায় লক্ষ জনতা স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে। | 近百万名叙利亚人民自发在大马士革的迈宰高速公路集合,高举叙利亚国旗(两千三百公尺长,十八公尺宽)护卫我们的总统巴沙尔. |
26 | আলজাদেদ লেবাবেস টিভি, আদদোওনিয়া এবং সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে | 阿萨德。 |
27 | এদিকে, শামনিউজ, যেটি সিরিয়া বিপ্লবের সাধারণ ব্যবহারকারীদের ফুটেজ এবং ভিডিও-র প্রধান সরবরাহকারী এবং যারা ফেসবুকের এক পাতার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তারা আজকের এই সরকার পন্থী শোভাযাত্রার কথা উল্লেখ করেনি। | |
28 | ফেসবুকে শাম নিউজের অনুসারীর সংখ্যা ১২৭,০০০ জন। | 黎巴嫩阿加迪电视台、阿多尼亚和叙利亚国家电视频道现场转播。 |
29 | এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 在此同时,透过脸书营运、拥有超过十二万七千名用户追踪的叙利亚革命主要用户影片提供者 ShaamNews 并没有提起今天的挺政府集会。 |