Sentence alignment for gv-ben-20140919-44893.xml (html) - gv-zhs-20140824-13709.xml (html)

#benzhs
1গাজায় আরেকটি যুদ্ধ বিরতির সমাপ্তি, নিহতের তালিকা বেড়ে ২,০০০ ছাড়িয়েছে加萨停火协议再度破裂 死亡人数已逾两千
2গাজার হাসপাতালে চিকিৎসার জন্য আসা একটি শিশু।加萨到医院寻求治疗的儿童。
3গত ১৯ আগস্ট তারিখে ছবিটি আপলোড করেছেন টুইটার ব্যবহারকারি @থিসিসগাজা। আরেক দফা ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন গাজাবাসী নিহত হয়েছেন।照片由推特用户 @ThisisGaza 于八月十九日上传。
4ইসরায়েল এবং হামাসের মাঝে শান্তি সমঝোতা হওয়ার পর যুদ্ধে ক্ষত বিক্ষত দেশটিতে ইসরায়েল আবারও এই হামলা চালায়। হামাস দলটিগত সাত বছর ধরে ইসরায়েলি অবরোধের অধীনে থাকা গাজাকে ২০০৭ সাল থেকে শাসন করে আসছে।以色列和自 2007 来以来在以色列七年封锁下统治加萨的团体哈马斯之间的和平谈判破裂后,饱受战火蹂躏的加萨走廊又有数十人在以色列的空袭中丧生。
5যদিও এখন ইসরায়েলি অবরোধ ভেঙ্গে পরেছে।以色列和哈马斯又一次将和平谈判失败归咎于对方。
6হামাস এবং ইসরায়েল তাদের মাঝে হওয়া “শান্তি” আলোচনা বিফল হওয়ার কারন হিসেবে এখনও আবার একে অন্যকে দোষারোপ করতে শুরু করেছে।
7গাজা থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভার কাছে বিস্ফোরিত হয়েছে। তবে এ বিস্ফোরণে কোন ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি।来自加萨的火箭击中以色列南部的贝尔谢巴,没有造成损害亦无人伤亡。
8গাজার নিকটবর্তী যেসব এলাকাতে বোমা হামলা চালানো হয়েছে সেগুলো হচ্ছে খান ইউনুস, বেইত হানুন এবং শুজাইয়া। কয়েক দিন আগে আমেরিকান সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথাল বেইত হানুন পরিদর্শনে এসেছিলেন।加萨被轰炸的区域包括汗尤尼斯、贝特汉诺镇 ── 几天前美国记者 Max Blumenthal 才刚造访此处 ── 以及七月廿日大屠杀地点苏佳亚,至少造成六十五名巴勒斯坦人死亡。
9শুজাইয়া সে স্থান যেখানে গত ২০ জুলাইয়ের গণহত্যায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮ জুলাই তারিখ থেকে ইসরায়েল গাজার উপর আক্রমণ চালানো শুরু করেছে।自七月八日以色列对加萨发动攻击以来,已有超过两千人死亡,以色列和哈马斯尝试六次停火协议,前三次都在几个小时内破裂。
10সেদিন থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি লোক মারা গেছেন এবং এ পর্যন্ত ইসরায়েল এবং হামাস ছয়বার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছেন।
11প্রথম তিনটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। সর্বশেষ যুদ্ধবিরতিটি পাঁচদিন স্থায়ী হয়েছিল।最近一次协议维持了五天,是攻击行动开始后最长的休战。
12এটিই সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজাবাসীর পাওয়া সবচেয়ে দীর্ঘ বিরতি।这次以色列和加萨代表在开罗会面进行谈判,哈马斯希望以色列解除七年封锁并释放以军监狱中一百廿五名政治犯。
13ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বার্থান্বেষী গোষ্ঠী আরেক দফায় আলোচনা করতে এবার কায়রোতে মিলিত হয়েছে। হামাস চায় ইসরায়েল তাদের উপর থেকে সাত বছরের অবরোধ তুলে নিক।以色列要求停止火箭攻击,加萨去军事化及哈马斯解除武装。
14তারা আরও চায় ইসরায়েলি সামরিক কারাগারে বন্দী প্রায় ১২৫ জন রাজনৈতিক বন্দীকে তারা মুক্তি দিক। আর অন্যদিকে ইসরায়েলের দাবি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা হোক, গাজার বেসামরিকীকরণ করা হোক এবং হামাসকে নিরস্ত্রীকরণ করা হোক।以色列指责哈马斯破坏停火协议,而哈马斯对巴勒斯坦独立媒体 Ma'an 新闻社表示,以色列「中断谈判,声称三枚火箭击中以色列,而哈马斯对此毫不知情。」
15যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের জন্য ইসরায়েল যখন হামাসকে দোষারোপ করছে ঠিক তখন হামাসও মা'আন সংবাদ সংস্থাকে বলেছে, “ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের বিরুদ্ধে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
16যদিও হামাসের এ সম্পর্কে কোন তথ্য জানা নেই”। উল্লেখ্য মা'আন একটি ফিলিস্তিনি স্বাধীন সংবাদ প্রচারকারী ওয়েবসাইট।暗示这三枚火箭可能是由其他参战的巴勒斯坦军事组织发射的。
17তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধে জড়িত অন্যান্য ফিলিস্তিনি চক্রান্তকারী সামরিক গোষ্ঠী হয়তবা এই তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকতে পারে। সমঝোতা আলোচনা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে গাজা নগরীর পার্শ্ববর্তী শেখ রাদোয়ান এলাকার আল-দালু বাড়িতে একটি ইসরায়েলি বিমান আঘাত হানে।谈判结束一小时内,以色列空袭加萨市希克拉旺区 Al-Dalou 家族的房子,哈马斯官员 Mousa Abu Marzuk 告诉路透社,这次空袭是针对哈马斯部队卡桑旅领袖 Muhammad Deif 的刺杀行动。
18হামাসের দাপ্তরিক মুখপাত্র মুসা আবু মারজুক রয়টার্সকে বলেছেন, গুপ্তহত্যা চালানোর উদ্দেশ্যে আল-দালু বাড়িতে হামলা চালানো হয়েছে।西方媒体福斯新闻宣布 Deif 在行动中丧生,但哈马斯的阿克萨电台立即否认了此一消息。
19কেননা গাজাতে অবস্থিত হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফ বাড়িটিতে বসবাস করেন। পশ্চিমা প্রচার মাধ্যম বিশেষ করে ফক্স নিউজ হামলার পরপরই দাবি করেছে যে দেইফ মারা গেছেন।对 Deif 住家的攻击,杀死了 Deif 的妻儿。
20তাৎক্ষনিকভাবে হামাসের আল-আকসা রেডিও এই দাবি নাকচ করে দিয়েছে। দেইফের বাড়িতে চালানো বিমান হামলাতে দেইফের স্ত্রী এবং বাচ্চা মারা গেছে।同一处地点,在以色列 2012 年对加萨展开攻击时也曾遭锁定,当时有十二人死亡。
21গাজাতে ২০১২ সালে ইসরায়েলের চালানো আক্রমণের সময়ে বাড়িটিকে উদ্দেশ্য করে হামলা করা হয়েছিল। এ হামলায় ১২ জন মারা যায়।本文写作时死亡人数为两千零卅九人,其中有五百四十名儿童和七十五个家庭。
22এই পোস্ট লেখার সময়, গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৩৯ জনে, যাদের মধ্যে ৫৪০ জন শিশু।根据联合国资料,丧生的巴勒斯坦人中百分之七十二是平民。
23ইসরাইল গত ৮ জুলাই তারিখ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় স্ট্রিপে ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে, যার ফলে ৬,৭৮০ জনেরও অধিক মানুষ আহত হয়েছে।以色列轰炸了住宅区、学校、医院、避难所和难民营,据估计加萨市区百分之四十的区域只剩下残垣断壁。
24স্কুল, খেলার মাঠ, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং শরণার্থী শিবিরে ইসরাইল বোমাবর্ষণ করেছে।以色列在七月廿八日攻击了加萨唯一一座发电厂,一百八十万居民就此陷入黑暗,而自来水和卫生设施也摇摇欲坠。
25গাজায় নিহত চার জনের মধ্যে তিন জনই বেসামরিক নাগরিক। ২৮ জুলাই তারিখে ইসরাইল গাজার একমাত্র পাওয়ায় প্ল্যান্টটি আক্রমণ করে, যার ফলে ১.对于开罗和谈失败,以色列怪罪哈马斯的恐怖主义,而哈马斯怪罪以色列未能遵守承诺。
26৮ মিলিয়ন মানুষের ঘনবসতিপূর্ণ স্ট্রিপটি অন্ধকারে নিমজ্জিত হয়। কায়রো শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কারন হিসেবে ইসরায়েল হামাসের সন্ত্রাসী আচরণকে দায়ী করেছে।Ma'an 新闻社报导,「巴勒斯坦代表反复强调,唯有以色列解除对加萨走廊长达八年的封锁,才有可能永久停火。」
27অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।根据国际法这是非法封锁,国际红十字会将之描述为 「以色列所施行违反国际人道法律的连坐惩罚」。
28মা'আন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, “সমঝোতা আলোচনাতে অংশ নেয়া ফিলিস্তিনি প্রতিনিধিরা বার বার দাবি করেছেন যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আট বছরের দীর্ঘ অবরোধ তুলে নেয়ার মাধ্যমেই কেবল দীর্ঘস্থায়ী একটি যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব”।
29আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অবরোধ একেবারেই অবৈধ বলে বিবেচিত।联合国和世界上大部分国家认为加萨和西岸地区被以色列占领。
30রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির উদ্ধৃতি দিয়ে তারা বলেছেন, “নির্বিচারে সকলের উপর শাস্তি আরোপ করা আন্তর্জাতিক মানবতা আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন”।
31গত ছয় বছরের মধ্যে গাজায় এটি ইসরাইলের তৃতীয় সামরিক হামলা।这是以色列六年内第三次在加萨展开军事行动。
32ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি অঞ্চলে ব্যপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তাই অধিকাংশ বিশ্ববাসী এবং জাতিসংঘ স্থানটি ইজরায়েল দ্বারা “দখল” বলে বিবেচনা করে।校对:Fen