# | ben | zhs |
---|
1 | ভিয়েতনাম: হ্যানয়ের ১০০০ তম জন্মদিন উৎসব ছবি ফ্লিকার ব্যবহারকারী হাইতানার। | 越南:河内建城千年庆 |
2 | সিসি লাইসেন্স এট্রিবিউশন ২. ০ জেনেরিক -এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 照片来自Flickr用户haithanh,依据创用CC授权使用 |
3 | আরন জোয়েল সান্টোস প্রথম দিনটি উদযাপনের দৃশ্যের বর্ণনা দিয়েছে। | |
4 | আর দশ দিন পরে হ্যানয়ের বয়স ১০০০ বছর হবে। | |
5 | কিন্তু এই দিনটিকে ঘিরে যে উৎসব হবার কথা, তা আজ সকালে শুরু হয়েছে। | |
6 | আনুষ্ঠানিকভাবে সকাল ৮. ০০ টায় এর উদ্বোধন করা হয়, কিন্তু আমি সকাল ৭. | 越南首都河内(Hanoi)建城已千年,庆祝活动从10月1日至10日举行,博客对活动筹备工作各有不同观察及反应。 |
7 | ৩০ মিনিটে বাসা থেকে বের হলাম। | |
8 | সে সময়ই থেকে রাস্তায় বিশৃঙ্খলতা শুরু হয়ে গেছে। সেখানে যানবাহন আটকে রয়েছে। | Aaron Joel Santos描述当地在活动第一天的情景: |
9 | অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। লোকজন জমা হচ্ছে, প্রবেশ নিষেধ চিহ্ন লেখা বসানো হচ্ছে…আজ সকাল বেলা আমি জনতার ভিড়ের মাঝে প্রবেশ করলাম। | 河内建城即将满千年,还有十天,但庆典自今早便开始,正式活动是于早上八点起跑,但我在早上七点半出门时,街上已一片混乱,街道封闭、交通壅塞、人满为患,各处都树立“禁止进入”告示…今天早上我好像卷入漩涡里,很有趣。 |
10 | সেখানে বেশ মজা হচ্ছিল। সেখানে সকলেই ভালো এক মেজাজে ছিল। | 每个人心情都很好,我不知道有多长的时间,和其他人一起嘲笑庆祝活动,但许多本地民众似乎都很兴奋。 |
11 | সেখানকার সকলের সাথে মিশে আমি এই অনুষ্ঠানের বেশ মজা করলাম, এমনকি কি আমি জানি না কতক্ষণ। | |
12 | তবে শেষে, স্থানীয় অনেকে মনে হল এই অনুষ্ঠান নিয়ে অনেক উত্তেজিত। | Vietnam Adventures提及活动筹备工作: |
13 | ভিয়েতনাম অ্যাডভেঞ্চার এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্লগ করেছে। | |
14 | যতটুকু দেখেছি তাতে বলা যায়, পুরো শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। | |
15 | প্রধানত দিয়েন বিয়েন ফু নামক রাস্তা এবং পশ্চিম এলাকা ও ট্রস বেক লেকের মাঝামাঝি জায়গায়। রাতের বেলায় এই সমস্ত বাতিগুলো হয়ে উঠেছিল শহরের প্রধান এক আকর্ষণ এবং রাস্তাগুলো ছিল ভীড়ে ঠাসা। | 目前就我所见,市区各处都已挂起灯饰,主要是在Dien Bien Phu街,以及西湖与Truc Back湖之间,灯饰在夜间相当吸引人,街上也满是人潮,庆祝活动主要场地是Ba Dinh广场,各项准备工作都在进行,街道旁的舞台上有传统表演,我下班回家途中经过一座舞台,大约有一百名机车骑士都驻足观赏。 |
16 | বা দিনহ নামক এলাকায় অনেক কাজ করা হয়েছে, এইচসিএম নামক সমাধিক্ষেত্রের সামনে। | |
17 | যেখানে অনেক অনুষ্ঠান উদযাপন করা হবে। | Ehrin Macksey描述星期日纪念活动情况: |
18 | রাস্তার পাশে ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রদর্শন করা হবে; আমরা কর্মক্ষেত্র থেকে বাসায় যাবার পথে একটি জায়গা অতিক্রম করার সময় আমি দেখলাম প্রায় ১০০টি মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে, আরোহীরা অনুষ্ঠান দেখছে। | |
19 | এহরিন ম্যাকসেই হাজার বছর পূর্তির উপলক্ষে রোববারের যে কর্মকাণ্ড হয়েছে সে সমস্ত বর্ণনা করছে। | |
20 | আও দাই নামক জায়গায় মেয়েরা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, এমনকি শ্রমিকেরা প্রচারণা পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সমাধিক্ষেত্রের চারপাশের এলাকা সামরিক বাহিনীর লোকেরা চিহ্নিত করছে। | |
21 | গ্রাম থেকে লোকজন এই বিষয়টি দেখার জন্য এসেছে যে রোববারে হাজার বছর পূর্তি অনুষ্ঠানে রাজধানী কি ভাবে প্রস্তুত নিয়েছে। ভিয়েতনামের লোকেরা দয়ালু হৃদয়ের এবং তারা সহজ সরল। | 女性穿上传统服饰,工作人员张贴海报,士兵在陵墓周遭站岗,人们自乡村而来,看看首都为周日庆典有何准备,越南民众本质上都很和善,我很享受在此游逛、与人们交谈、与他们合影、四处摄影等,唯一令我不太愉快之处,只有警察相当粗鲁,不准民众站在街道上观看游行准备工作。 |
22 | রাস্তায় হাঁটতে এবং তাদের সাথে কথা বলতে, তাদের সাথে ছবি তুলতে এবং নানা স্থানের ছবি তুলতে আমরা বেশ ভালো লাগছিল। | |
23 | যে একটি মাত্র বিষয় সামান্য বিরক্তকর ছিল তা হচ্ছে পুলিশের তাদের প্রতি কঠোর আচরণ করছিল এবং রাস্তায় কুচকাওয়াজের প্রস্তুতি দেখতে বাঁধা দিচ্ছিল। | |
24 | এমি গট্টোলিব হ্যানয়ের ১০০০ তম জন্মদিনের প্রভাব সম্বন্ধে লিখছেন, শহরের বাসিন্দারা যাকে ঐতিহাসিক ভাবে থাং লং নামে জানে। | |
25 | নিশ্চিতভাবে, আমি তা মেনে নিচ্ছি- এমনকি ভয়াবহ বিপর্যস্ত পরিবহণ ব্যবস্থা, ক্রমাগত রাস্তা বন্ধ শক্তিকে যেন অনুভব করা যায়, যেমনটা রাস্তায় গুঞ্জন চলছে, এবং দৃশ্যত: লোকজনকে সুখী, সুন্দর এক প্রাণশক্তিতে ভরপুর এবং উৎসব পূর্ণ মেজাজে দেখা গেছে। | |
26 | #হ্যানয়১০০০ হ্যাশটাগ ব্যবহার করে পাঠানো বেশ কিছু প্রতিক্রিয়া এখানে প্রদান করা হল: | |
27 | জেন_ভয়ুনইয়েন:আরটি@বেনজামিনব্লান্ড: আমি কখনোই এত ভিয়েতনামী জনতাকে মানচিত্র হাতে ঘুরতে দেখিনি: এটাই প্রমাণ করে যে গ্রামের লোকজন হ্যানয় শহরের ১০০০ বছরের উদযাপন অনুষ্ঠান দেখতে এসেছে। | |
28 | ড্রাগফ্রাইরে: এত বড় সাংস্কৃতি/ফায়ারওয়ার্কস (আতশবাজী) #হ্যানয়ে দেখা যাচ্ছে। | Amy Gottlieb提及河内建城千年庆对当地居民的影响: |
29 | বেশ আকর্ষণীয়। বিস্ময়করভাবে, সেগুলো বেটোফেনের অড টু জয় নামক সঙ্গীতের সাথে শেষ হয়েছে। | 尽管交通一团糟、路障永无止尽、大批旅客前来,但这座城市的精神仍极具感染力,市区充满活力,街上熙来攘往,人们看来更开心,满是节庆心情。 |
30 | ডেনিয়েল্লেট্টো: আমি আমার শহর হ্যানয়কে খুব অনুভব করছি। তোমার শুভ জন্মদিন। | 利用#hanoi1000这个标签,可在Twitter网站找到这些反应: |
31 | ফিসএগট্রি: এক সপ্তাহ আগে যেমনটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল #হ্যানয়১০০০ পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়, কারণ আভ্যন্তরীণ বিষয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া এবং বিদেশী বাজারকে উপেক্ষা করা। লাভসিয়ার ৯৬: আরটি@ইউকিসহার্ড: হ্যাপি#হ্যানয়১০০০~,আজ হ্যানয়ের ১০০০ তম জন্মদিন!!!, আমরা হ্যানয়বাসী কি না তাতে কিছু আসে যায় না। | Jen_Vuongyen:我没见过这么多越南随身地图,证明许多人从乡下为千年庆祝活动而来。 dragfyre:正在欣赏河内的大型文化及烟火表演,令人印象深刻,但很惊讶活动是以贝多芬的快乐颂结束。 danielleto:想念我的河内,祝你生日快乐。 fisheggtree:一如先前预期,庆典未能刺激观光,因为宣传太过重视国内,忽略海外市场。 lovesyr96:今年是河内建城千年! |
32 | কিন্তু তাকে নিয়ে আমরা খুবই গর্বিত, বিশেষ করে যতক্ষণ আমরা ভিয়েতনামের বাসিন্দা। লিনহনজিব: সুপ্রভাত!!! | 无论是否来自河内,只要是越南人,我们都同感骄傲。 linhngjb:早安,刚起床,今年是2010年10月10日,我的城市河内已经一千岁了! |
33 | কেবলমাত্র ঘুম থেকে উঠলাম! | 河内生日快乐,我们以你为荣。 |
34 | আজ ১০/১০/১০। হ্যা- নয়, আমার শহর-এখন সে ১০০০ বছরে পা দিল।!!! | Steve Jackson注意到,许多人在Twitter上对活动的语气显得讽刺与失望: |
35 | শুভ জন্মদিন হ্যা-নয়!!! তোমাকে নিয়ে আমরা প্রচণ্ড গর্বিত < থ্রি#হ্যানয়১০০। | 庆祝活动的形式或许值得质疑,但这是个很令人称许的首都,我可能是唯一乐见庆典结束的人,我真的觉得过去十天,河内已不像河内。 |
36 | স্টিভ জ্যাকসন পর্যবেক্ষণ করেছেন যে ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনেক নেটবাসীর টুইটার পোস্টে তাতে নিরাশা এবং হতাশা ফুটে উঠেছে, | |
37 | যে ভাবে উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে তা হয়ত প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে তবে হ্যানয় সত্যি এক অসাধারণ রাজধানী। | |
38 | আমার সন্দেহ রয়েছে, আমি একমাত্র ব্যক্তি নই, যে #হ্যানয় ১০০০ উৎসব শেষ হতে দেখলে খুশী হব। | |
39 | আমি সত্যিই অনুভব করি যে গত দশ বছর এই শহরটিকে আমি মিস করেছি। | 河内生日快乐,我期待见你回归自我。 |
40 | শুভ জন্মদিন হ্যানয়, আমি দেখার অপেক্ষায় বসে আছি অনেক আগের সেই হ্যানয়কে দেখার জন্য। | |
41 | ফিলিপ আর্থার মুর সেই ছবির দিকে নির্দেশ করছে হ্যানয়ের ১০০০ তম জন্মদিন অনুষ্ঠানের ছবির দিকে। | |
42 | হেলিকপ্টার, ছাদের উপর লোকজন, খালি রাস্তাঘাট; হ্যানয়ের শততম জন্মদিনের পার্টির সঠিক শব্দ। | |
43 | আমার সন্দেহ হচ্ছে আজ আমি ঘরের বারান্দা ছাড়া অন্য কোথাও যেতে পারব কি না। | Philip Arthur Moore描绘更多庆典活动的画面: |
44 | ঐতিহাসিক এক জনতার জনসমাবেশ আমাকে উন্মাদ করে তুলেছে এবং শেষ নয়দিন এ ব্যাপারে কোন নির্দেশনা ছিল না। হ্যানয়ের ওল্ড কোয়াটার নামক এলাকা পরবর্তী ১৮ ঘন্টা পাগলখানায় পরিণত হবে। | 直升机盘旋、屋顶站哨、巷弄净空,这大概就是河内建城千年庆祝活动的景象,今天除了阳台,我可能完全不会出门,人群向来会令我发疯,若以过去九天经验为例,旧城未来18个小时都会是一片混乱。 |
45 | মূল অনুষ্ঠান শুরুর কয়েকদিন আগে প্রাণঘাতী আতসবাজীর বিস্ফোরণ এবং কেন্দ্রীয় ভিয়েতনামে বন্যার কথা উল্লেখ করে এন্ডি এনগ্লেসন আরো বিস্তারিত ব্যাখ্যা করেছে কেন সে এই অনুষ্ঠানের ব্যাপারে এতটা উৎসাহী ছিল না। | |
46 | আমি আমার উৎসাহকে সন্তোষজনক একটা পর্যায়ে নিয়ে আসতে চেয়েছি, কিছু ছবি তুলে এবং অনুষ্ঠানে অংশ নেবার মাধ্যমে। কিন্তু আমি তা করতে পারিনি। | 在主要活动前几天,越南发生烟火爆炸造成伤亡,国内中部又有水患,Andy Engelson说明为何他对庆典不太热情: |
47 | অনেক কাঙ্খিত এই মহা উৎসব, আমার দৃষ্টিতে এক বিশাল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এক চরম বিপর্যয়। | 我试图以热情态度前去拍照或出席活动,但就是办不到,众所瞩目的庆典在我看来是一大失败,一团混乱,我很高兴一切结束了,现在可以回归原有生活了吗? |
48 | আমি খুশী যে এই উৎসব শেষ হয়েছে। আমরা সকলেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, এখন? | 或许是因为一系列活动安排都很无聊,很抱歉,但我就是对革命影展、震耳欲聋的爱国音乐、交通堵塞不感兴趣,我有提过塞车问题吗? |
49 | হয়ত এটা একটা পুরোপরি বিরক্তকর কতকগুলো অনুষ্ঠান। আমি দুঃখিত। | 幸好我昨天逃过一劫,不像越南总统困在车队里五个小时,希望他的车上有迷你酒吧。 |
50 | বিপ্লবাত্মক চলচ্চিত্র উৎসব, বিবর্ণ স্বদেশপ্রেমী সঙ্গীত এবং ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে বিনোদন খুঁজে পাইনি। | |
51 | আমি কি এখানে ট্রাফিক জ্যামের কথা উল্লেখ করেছি? | On the bright side批评主办单位: |
52 | আমি খুশি হয়েছিলাম এ কারণে যে গতকালের রাস্তার ভিড়ের আমি মুখোমুখি হইনি, যে ভিড়ে ভিয়েতনামের রাষ্ট্রপতি তার শোভযাত্রা সহ পাঁচ ঘন্টা আটকে পড়েছিল। আশা করা যায় তার গাড়িতে একটা ছোট শুঁড়িখানা ছিল। | 在庆典开始之前,我便已说过自己很失望,活动没有秩序,没有广纳国内外的外籍人士,在过去一星期的庆祝活动后,我的失望之情更加 强烈,有些人觉得外国人总是在抱怨、总是在挑毛病,但我得说,当一座城市届满千年,政府既没说明要如何庆祝,也不宣传活动内容,甚至不让市民知道哪些时候 道路会封闭,又在路况已经很糟时封掉这么多条路,…我没办法同情这些状况,这纯粹是规划不足的可笑活动。 |
53 | অন দা ব্রাইট সাইড অনুষ্ঠানের আয়োজকদের সমালোচনা করেছেন। | Viet Tan藉此机会突显国内政治及人权问题: |
54 | উৎসব উদযাপনের দিকে এগিয়ে যাওয়া, আয়োজনের প্রস্তুতি অভাব, স্থানীয় এবং আন্তর্জাতিক বিদেশী সম্প্রদায়কে অর্ন্তভুক্ত না করার কারণে আমি ইতোমধ্যে হতাশা প্রকাশ করেছি। | |
55 | এবং গত সপ্তাহে অনুষ্ঠান উদযাপন দেখে আরো খানিকটা হতাশ হয়েছি। অনেকে হয়ত বলবে যে স্বদেশবাসীরা অনেক খারাপভাবে সবকিছু দেখে এবং তারা বলার জন্য খারাপ জিনিষ খোঁজে। | 国内外参加者在街上看到许多传单、T裇及帽子,强调越南拥有西沙及南沙群岛的主权,Viet Tan透过这场公民活动,要以公开及和平的政治活动,追求国家利益、社会正义及民主变革。 |
56 | কিন্তু আমি বলতে পারি হ্যাঁ, যখন একটি শহর ১০০০ বছরে পরিণত হয় এবং আপনি কাউকে জানান না কি ভাবে এটি উদযাপন করা হবে, বা কোন উৎসবে তারা হাজির হতে পারবে। | |
57 | এমনকি আপনি কাউকে জানান না যে রাস্তা বন্ধ করে দেবার কারণে বা অনেকগুলো রাস্তা বন্ধ করে দেবার কারণে, কোন কোন দিন তারা কর্মক্ষেত্রে যেতে পারবে না। | |
58 | রাস্তা বন্ধ করে দেবার কারণে, মাথা খারাপ করে দেওয়া পরিবহণ সমস্যা, এবার ভয়াবহ রুপ ধারণ করেছে। ঠিক আছে…. | Doan Minh Ngoc在Facebook认为必须保护河内的未来: |
59 | আমার অনেক সহানুভূতি নেই। এটা ছিল দুর্বল অনুষ্ঠান পরিকল্পনা এবং হাস্যকার সব অনুষ্ঠান। | 各位若因为从小在此生长,故由衷热爱河内,那么河内的未来便比短暂的庆祝热情更重要,各位会有意愿为河内效劳,而不只是在街上漫步或穿几件T裇,但也许只有我试图朝正面思考。 |
60 | ভ্যান টান এই উৎসবকে দেশটির রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে উদ্বিগ্নতা, সেটির নাটকীয়তা প্রকাশের জন্য ব্যবহার করেছেন। | |
61 | ভিয়েতনাম এবং বিদেশী অংশগ্রহণকারী, তারা দ্রুতগতির যানকে অতিক্রম করছে, টি শার্ট এবং টুপি, নিশ্চিত করছে ভিয়েতনামের স্বার্বভৌমত্ব পারাসেল এবং স্পার্টলি আইসল্যান্ডের উপরে নির্ভর করছে। | |
62 | এই নাগরিক কর্মকাণ্ড ভিয়েট টানের সম্প্রতিক প্রচেষ্টা, ভিয়েতনামের জাতীয় আগ্রহ এবং সামাজিক ন্যায়বিচারের সাপেক্ষে ওকালতি করা এবং উন্মুক্ত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের সাপেক্ষে জন সচেতনতা তৈরির জন্য প্রচারণা চালানোর জন্য। | |
63 | ফেসবুকের এক লেখায় ডোয়ান মিনহ নোগক হ্যানয়ের ভবিষ্যত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। | |
64 | যদি আপনি আপনার হৃদয়ের অন্তস্থল থেকে হ্যানয়কে ভালোবাসেন; কারণ আপনার শৈশব হ্যানয়ের সাথে জুড়ে আছে। | 校对:Soup |
65 | উৎসব পরবর্তী হ্যানয়ের ভবিষ্যৎ, এই সমস্ত সংক্ষিপ্ত এবং উত্তেজনা এবং উৎসাহের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। | |
66 | কেবল অলস ভাবে রাস্তায় হেঁটে যাওয়া অথবা টি-শার্ট পরা ঘুরে বেড়ানোর চেয়ে হ্যানয়ের জন্য প্রকৃতপক্ষে যা করা উচিত তা আপনি অনুভব করুন, অথবা এটা কেবল আমি, যে কিনা আমার এখানকার পরিস্থিতি সম্বন্ধে ভালো ভাবনা ভাবছি, যা কিছুই ঘটুক না কেন। | |