# | ben | zhs |
---|
1 | আর্জেন্টিনাতে আসন্ন ‘মনসান্তো আইন’ স্বাগত নয় | 阿根廷将完成的「孟山都法」不受欢迎 |
2 | আর্জেন্টিনার কৃষি, পশুসম্পদ এবং মৎস্য মন্ত্রণালয় [স্প্যানিশ ভাষায়] জিন-পরিবর্তিত বীজ উৎপাদনকারী কোম্পানীগুলোর মেধাস্বত্ব্ব সুরক্ষার জন্যে একটি নতুন আইন নিয়ে কাজ করছে। | 阿根廷的农业、畜牧与渔业部门正在制定一项新的法律,来保障生产基因改造种子的公司的知识产权。 |
3 | এই আইনটি আরো অগ্রসর হলে আর্জেন্টিনা তার খাদ্য সার্বভৌমত্ব হারাতে পারে এই বিবেচনায় বিভিন্ন খাতগুলো ক্ষুদ্র উৎপাদকদের ‘বীজ আইন' বা ‘মনসান্তো আইন' নামে ডাকা এই বিলটির (খসড়া আইন) তীব্র সমালোচনা করছে। | 这个法案被一部分的生产商称为「种子法」或「孟山都法」,且受到许多团体强烈的批评,认为这项法案的通过将会使阿根廷丧失他的粮食主权。 |
4 | এই আইন আর্জেন্টিনার জন্যে যে পরিণতি বয়ে আনতে পারে সে সম্পর্কে ওয়েবসাইট পার্তিদো পিরাতা [স্প্যানিশ ভাষায়] (পাইরেট পার্টি) লিখেছে: | Partido Pirata(海盗党)网站发表了这个法律可能为阿根廷带来的后果: |
5 | [আইনটি] মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বিপর্যয়কর ফল সৃষ্টিকারী বীজ নীতিকে বৈধ করতে চায়। | (这个法律)想要合法化为美国和欧洲带来灾难的种子政策。 |
6 | এই আইনটি মনসান্তোকে বীজগুলোর মালিকানা দিবে। | 这个法律会让孟山都公司获得这些种子的拥有权。 |
7 | আমাদের ক্ষুদ্র চাষী এবং জমির মালিকরা যেসব বীজ বুনবে সেগুলো মনসান্তো'র সম্পত্তি বলে বিবেচিত জিন দিয়ে সংক্রমিত হয়ে পড়বে এবং বীজ উৎপাদনকারীরা তাদের বীজ সংগ্রহ করতে পারবে না। | 我们小农夫和地主所洒下的种子将会受到这些被视为是孟山都公司财产的基因污染,而种子生产商将没办法采集他们的种子。 |
8 | ত্রিবুনা দে পেরিওদিস্তাস [স্প্যানিশ ভাষায়] (সাংবাদিকদের ট্রিবিউন)-এ কার্লোস ফোর্তে কৃষিমন্ত্রী নরবের্তো ইয়াহুয়ারকে উদ্বৃতি দিয়েছেন: | 在Tribuna de Periodistas(记者论坛)上,Carlos Forte引用了农业部长Norberto Yahuar的话: |
9 | ১৭ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে মনসান্তোর বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: ম্যাক্সিমিলিয়ানো র্যামোস, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স। | 2012年9月17日,在阿根廷的布宜诺斯艾利斯对孟山都的抗议 Maximiliano Ramos所摄,Demotix版权所有 |
10 | “সাম্প্রতিককালে ক্রয়কৃত জৈবপ্রযুক্তিগত বীজ উৎপাদনকারীদের একচ্ছত্র সম্পত্তি হবে এবং তারপর ঐসব জমিতে উৎপাদিত বীজ বপনের নতুন বীজের পরিমাণের প্রয়োজনের চেয়ে বেশি হয়ে পড়বে ফলে কার্যতঃ নিয়ন্ত্রণহীন বাণিজ্য পরিস্থিতি সৃষ্টি হবে। | 「最近,所购买的生物科技种子将会成为生产商独有的财产,接着生产出来的种子数量将会超过下次播种所需的种子数量,所以会出现许多明显没有控制的交易。 |
11 | কাজেই যুক্তিসঙ্গত বিষয় হলো যে মেধাস্বত্ত্ব সুরক্ষার অধীনে থাকবে রাস্ট্র এবং বেসরকারি সংস্থা পরিচালিত সমস্ত উন্নয়ন।” | 合理的是,在知识产权的保护下,国家和私人公司完成的所有发展会被备份下来。」 |
12 | ফোর্তে এছাড়াও এই নতুন আইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে বিভিন্ন সংস্থার উপস্থাপিত ১০টি উদ্দেশ্য [স্প্যানিশ ভাষায়] সম্পর্কে লিখেছেন: | Forte也写到不同组织打算对抗这个新法律的10个动机: |
13 | | 像是Movimiento Nacional Campesino Indígena(MNCI,国家农夫和本地运动)、CLOC-Vía Campesina Argentina(阿根廷农夫阵线)、GRAIN、Amigos de la Tierra(地球之友)和Acción por la Biodiversidad(生物多样性行动)等团体,在八月底提出了这个法律的一项草案,他们称之为对「使国家种子政策符合UPOV(国际植物新品种保护联盟)和跨国法人的要求」的一种尝试。 |
14 | “বিলটির বিরুদ্ধে যুদ্ধ করার ১০টি উদ্দেশ্য” [এসব সংস্থার] একটি ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে যে প্রস্তাবিত আইনটি “শুধু জনগণের বিশেষতঃ গ্রামীণ সম্প্রদায় এবং আদিবাসীদের মালিকানাধীন সমষ্টিগত ঐতিহ্যের ব্যক্তিগতকরণের প্রচার এবং সুরক্ষা করবে মাত্র।” | 在「10个动机对抗这个法案」宣言中,(这些组织)强调这个进行中的法案「只助长和保护了属于人民的共同遗产的私有化,特别是那些属于少数族群和在地人民的」。 |
15 | ফোর্তে আরও যোগ করেছেন: | Forte更写到: |
16 | এটা ঘটার সময় বড় বড় মিডিয়া কোম্পানিগুলো এই বিষয়টি সম্পর্কে নীরব রয়েছে। | 然而这些发生的时候,主要的媒体都对这个议题保持沉默,不论是执政党或反对党的政客们也一样。 |
17 | একই ঘটনা ঘটেছে ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলগুলোর রাজনীতিবিদদের ক্ষেত্রে। | 唯一清楚表达立场的是总统Cristina Kirchner,且当然是站在孟山都那边。 |
18 | শুধু স্পষ্টভাবে বলেছেন [রাষ্ট্রপতি] ক্রিস্টিনা কির্চনার। | 同时,孟山都公司散布了关于商业进步的消息,他们发明了可以增进黄豆产量的新技术: |
19 | (এবং) অবশ্যই মনসান্তোর পক্ষে। | 「今天我们很高兴黄豆的科技发展前进的时候,是在一个知识产权获得了正视的新商业架构中,这是必要的情况。 |
20 | এদিকে, মনসান্তো সয়াবিন তেলের ফলন বাড়ানোর একটি নতুন প্রযুক্তিবাণিজ্যিকীকরণের অনুমোদন [স্প্যানিশ ভাষায়] সম্পর্কিত সংবাদ প্রচার করছে: | 所以我们会继续和其他生产商及整个产业链合作,在这个商业积极投入科技的时间点,建立一个更稳固的架构。」 |
21 | মনসান্তো সয়া শৃংখলে ভূমিকা পালনকারী সবাইকে সঙ্গে নিয়ে দেশটির উত্তরাঞ্চলে ২০১৩ সালে বাণিজ্যিকভাবে ইন্ট্যাক্টা আরআর২ প্রো চালু করতে পারার জন্যে পেটেন্ট করা বিভিন্ন প্রযুক্তির মেধাস্বত্ত্ব স্বীকৃত এবং এর প্রতি শ্রদ্ধাশীল একটি ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠা করার একটি ঐক্যমত্য প্রক্রিয়া সম্পন্ন করছে। | 为了2013年能在阿根廷的北部商业化的推行INTACTA RR2 PRO(基因改造黄豆),孟山都公司和黄豆产业链的其他角色,正在完成他们合意的程序,以建立一个正视且尊重科技专利和知识产权的商业架构。 |
22 | “মনসান্তো বেরিয়ে যাও” [স্প্যানিশ ভাষায়] স্লোগানের অধীনে ২রা ডিসেম্বর, ২০১২ তারিখে ফেসবুকের মাধ্যমে একটি ‘মহা আয়োজন' করা হয়েছে। | 一个以「孟山都公司滚蛋」为口号的网络活动,透过脸书规划在2012年12月2号。 |
23 | একই আয়োজন করা হয়েছিল ১৭ই সেপ্টেম্বর তারিখে। | 在今年的9月17号也召集过一次相同的活动。 |
24 | কুচারাআর্জেন্টিনা (চামচ আর্জেন্টিনা) বিক্ষোভগুলোর একটির নিচের ভিডিওটি ভাগাভাগি করেছে: | Cucharaargentina分享了以下在其中一次抗议中录到的影片: |
25 | কোম্পানীটির বিভিন্ন অপরাধমূলক কর্ম, কীটনাশকের ব্যবহারের নিন্দা জ্ঞাপন এবং ‘মনসান্তো আইন' নামে ইতোমধ্যে পরিচিত জাতীয় সরকার প্রস্তাবিত বীজ আইনের সংশোধনীগুলো প্রত্যাখ্যান করার মহা আয়োজনটি প্লাজা সান মার্টিনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। | 这个网络活动遍及Plaza San Martín(圣拉法艾),目的在谴责孟山都公司的罪行、农药的使用,并反对政府对种子法(现在被称为「孟山都法」)的修改。 |