Sentence alignment for gv-ben-20091106-7347.xml (html) - gv-zhs-20091105-4117.xml (html)

#benzhs
1বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট玻利维亚:冰河融化造成缺水
2চাকাল্টায়া পর্বতশ্রেণীতে বলিভিয়ার আন্দেজ পর্বতমালার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়া আছে। এই পাহাড়ী দেশে যেহেতু এক সময় স্কি করার এটাই একমাত্র জায়গা ছিল, লা পাজ পৌরঅঞ্চলবাসী আর বিদেশীদের কাছেও এই পাহাড়গুলো বেশ পরিচিত।Chacaltaya山脉内有玻利维亚安地斯山区最具象征性的高峰,过去在这多山之国境内,曾是少数可滑雪的区域,在国内外探险家之间相当知名,当地也会举办慈善足球赛,邀请玻国总统莫拉列斯(Evo Morales)参加,希望证明这项运动也可在高海拔地区举行。
3বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের অংশগ্রহণে এই পাহাড়ে চ্যারিটি ফুটবল খেলাও হয়েছে এটা দেখাতে যে এই খেলা উচুঁ জায়গাতেও খেলা যায়।
4তবে চাকাল্টায়া হিমবাহ (গ্লেসিয়ার) দ্রুত আর চিন্তায় ফেলার মতো গতিতে গলে যাচ্ছে।然而当地冰河融化速度之快却令人忧心,圣安德列斯高等大学教授Edson Ramírez进行研究,探究气候变迁对区域内多条冰河的冲击,结论认为全球暖化与冰河消失有直接关系。
5এই হিমবাহ সহ এই এলাকার অন্যান্য গ্লেসিয়ার উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা করেছেন হায়ার ইউনিভাসিটি অফ সান আন্দিয়াজের প্রফেসর এডসন রামিরেজ।
6তিনি বিশ্ব উষ্ণায়ন আর হিমবাহ গলে হয়ে যাওয়ার পিছনে সরাসরি সম্পর্ক আছে বলে নিশ্চিত হয়েছেন।研究团体也记录邻近的另一条冰河,也发现类似变化,并分析这个现象对当地民众的影响,Tuni Condoriri冰河正快速消融,不仅改变高山爱好者所见所闻,长期依赖冰河饮用及灌溉农业的民众亦饱受冲击。
7রামিরেজ আর তার দল কাছে আর একটা হিমবাহ দেখছিলেন যেখানে একই ধরনের পরিবর্তন হচ্ছে আর স্থানীয় জনগণের উপরে এর প্রভাব সম্পর্কে গবেষণা করছিলেন।这条冰河融水流入水库后,提供El Alto市与La Paz郊区八成饮用水,据最近一次人口普查数据,El Alto人口约82.
8তুনি কন্দোরিরি হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে, যা আলপাইন পর্বত প্রেমীদের হতাশ করেছে, কিন্তু একই সাথে অভিবাসী একটা গোত্রকে ক্ষতিগ্রস্ত করেছে যারা তাদের খাওয়ার পানি আর কৃষি কাজের জন্য এর উপরে নির্ভর করে।
9হিমবাহ থেকে যে সংগ্রহশালাতে পানি জমে তা এল আল্টো শহর আর এর বাইরের লা পাজের ৮০% খাওয়ার পানি সরবরাহ করে। সাম্প্রতিক হিসাব অনুসারে, এল আল্টোর জনসংখ্যা ৮২৭,০০০ যা প্রতি বছর ৫.7万,年平均人口成长率为5.1%,记者兼博客Mónica Oblitas指出,这比全国平均值高一倍,专家预期将出现缺水及水费涨价问题,有些人也预测很快会开始限水,「全球观察者」团队制作六段系列影片,记录当地未来缺水的效应。
10১% হারে বাড়ছে। সাংবাদিক আর ব্লগার মোনিকা ওব্লিটাস বলেছেন যে জাতীয় গড়ের থেকে এই হার দ্বিগুণের বেশী।许多Aymara原住民部落从玻利维亚Altiplano地区移居El Alto市,生活环境相当贫困,Cristina Quisbert在Indigenous Bolivia描述许多居民寻找清洁饮用水的问题:
11বিশেষজ্ঞরা পানির সংকট আর পানির মূল্য বৃদ্ধির ভবিষ্যৎবাণী করছেন, আর কিছু মানুষ ভবিষ্যৎবাণী করছেন যে পানি শীঘ্র রেশন করা হবে।
12অবসার্ভেদর গ্লোবাল (গ্লোবাল অবজার্ভার) এর এক দল এই এলাকায় ভবিষ্যৎে পানির ঘাটতির সম্ভাবনা নিয়ে ৬ অংশের একটা ভিডিও সিরিজ তৈরি করেছে।
13বলিভিয়ার এল আল্টো শহরে স্থায়ী হন অভিবাসি আয়মারা গোত্রের লেকেরা, এদের অনেকেই প্রায় দরিদ্র পরিস্থিতিতে।
14ইন্ডিজিনাস বলিভিয়া ব্লগের ব্লগার ক্রিস্টিনা কুইসবার্ট অনেক বাসিন্দা খাওয়ার পানি নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেছেন:
15অন্যান্য পরিস্থিতি পানি পাওয়াকে কঠিন করে দিচ্ছে। অনেক মানুষ গ্রাম থেকে এল আল্টো শহরে আসেন আর যেখানে পারেন থেকে যান।还有其他原因难以取得饮用水,许多人从乡村到El Alto地区定居,因为没钱,居住的社区缺乏洁净饮用水与下水道系统,有些人挖掘深三公尺的洞才能取水,大约在十一月雨季来临后,民众便寻找其他集水的方式,最后因为缺乏水源与贫困,常造成各种疾病。
16অর্থের অভাবে তারা এমন জায়গায় থাকে যেখানে না খাওয়ার পানি না পয়:নিষ্কাশন ব্যবস্থা আছে। কেউ কেউ তিন মিটার গভীর পর্যন্ত গর্ত খোঁড়ে পানির জন্য।每一户情况亦不相同,我的家里有水,但其他人家没有,这对许多家庭都是严重问题,我会与其他家族分享水源,Basilio与Juana共有四个孩子,现在的住处是租赁而来,屋子里并无自来水,每当需要用水时,便拿水管从我家引水过去,月底再平分水费。
17নভেম্বরের দিকে, বৃষ্টির সময় শুরু হয় আর তখন পড়শীরা পানি সংগ্রহ করেন। পরিশেষে পানির অভাব আর দারিদ্রের কারনে অনেক সময় অসুখ ছড়িয়ে পড়ে।Tuni Condoriri冰河不仅为市区提供饮用水,亦是Altiplano山区农业重要水源,若农业活动因缺水而萎缩,会有更多乡村民众前往El Alto市区寻求机会,届时不但会面临类似缺水问题,也会提高市区用水需求。
18এখানে বিভিন্ন জটিল পরিস্থিতি আছে। আমার বাড়িতে পানি আছে কিন্তু আমার পড়শির বাড়িতে নেই।350.org成员攀上玻利维亚Chacaltaya冰河,为10月24日的大型活动准备,照片依据创用CC授权使用
19এটা ওই পরিবারগুলোর জন্য গুরুতর সমস্যা। আমার ক্ষেত্রে, অন্যান্য পরিবারের সাথে আমি পানি ভাগ করে নেই।因为Chacaltaya冰河照片大量在媒体曝光,才让当地政府官员与社会运动团体关注国内西部的气候变迁问题,Facebook网站也出现当地与350.org的近期活动广告,邀请玻国民众前往Chacaltaya冰河,亲眼目睹有何气候变迁效应。
20বাসিলিও আর জুয়ানার চারটা বাচ্চা আছে।Oblitas提出以下问题:
21তারা ভাড়াটে। তারা যে বাড়িতে থাকে সেখানে খাওয়ার পানি নেই।Chacaltaya冰河已消失,其他冰河很快也将失去踪影,国家是否准备好面对这些损失?
22যখনই তাদের লাগে তারা একটা পাইপ ব্যবহার করে আমার বাড়ি থেকে পানি সংগ্রহের জন্য আর মাস শেষে পানির বিল আমরা ভাগ করে নেই।
23তবে, তুনি কোন্দোরিরি হিমবাহ কেবলমাত্র শহরে খাবার পানি সরবরাহ করে না, বরং এল আল্টোতে কৃষিকাজের জন্য মূল্যবান পানিও সরবরাহ করে।
24যদি জীবন ধারণের নিমিত্ত কৃষিকাজ পানির অভাবে কমে যায়, অনেক গ্রাম্য লোক এল আল্টোতে কাজের সন্ধানে আসবে।
25সেখানে তারা একই ধরনের পানির সংকটে পড়বে, আর চাহিদা বাড়িয়ে দেবে।
26৩৫০. অর্গ কর্মীরা গত ২৪শে অক্টোবর বলিভিয়ার চাকাল্টায়া হিমবাহে উঠেছিলেন। ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।我们是否意识到,必须立即积极 对抗全 球暖化?
27চাকাল্টায়া হিমবাহের উচ্চমানের ভাবমূর্তি স্থানীয় সরকারী কর্মকর্তাদের আর অন্যান্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছে বলিভিয়ার জলবায়ু পরিবর্তনের সমস্যার দিকে।
28সাম্প্রতিক স্থানীয় একটা অনুষ্ঠান যা ৩৫০.
29অর্গ প্রচারণার সাথে জড়িত তার বিজ্ঞাপন ফেসবুকে এসেছিল, যেখানে বলিভিয়ানদের আমন্ত্রণ করা হয়েছিল চাকাল্টায়া গ্লেসিয়ারে গিয়ে নিজে এর প্রভাব দেখে আসতে।
30পরিশেষে, ওব্লিটাস নীচের প্রশ্ন দিয়ে শেষ করেছেন: চাকাল্টায়া আশেপাশে নেই আর শীঘ্র, অন্যান্য হিমবাহ আর থাকবে না।许多人并不认为气候变迁是全球现象,也不觉得自己受到波及,但实际上每个人都背负着风险,每个人的处境都不同,我们要持续奋斗,只可惜对 Chacaltaya冰河已经太迟。
31দেশ কি এইসব ক্ষতির জন প্রস্তুত?校对:Soup
32আমরা কি সতর্ক আছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কার্যকর আর দ্রুত কোন পদক্ষেপের জন্য?
33অনেকের জন্য জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় না আর এর দ্বারা ক্ষতিগ্রস্ত মনে করেন না নিজেকে।
34কিন্তু সত্যি সত্যি সকলেই বিপদের সম্মুখীন আর সকলে একই পরিস্থিতিতে এর মুখোমুখি হবেন না।
35সংগ্রাম চলছে যদিও চাকাল্টায়ার মতো স্থানের জন্য অনেক দেরী হয়ে গেছে।