Sentence alignment for gv-ben-20080406-778.xml (html) - gv-zhs-20080415-1047.xml (html)

#benzhs
1লেবানন: বাতাস বিক্রি হচ্ছে黎巴嫩:贩卖空气
2এবার আমরা আপনাদের একটি উদাহরণ দেখাব যে লেবাননীরা কি পরিমাণ পরিশ্রমী হতে পারে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তাদের দেশপ্রেম দেখানোতে অথবা টাকা রোজগারের উপায় বের করাতে।
3মিস রাশা নাজ্জার বাতাস ক্যানে ভরে রপ্তানী করার ভাবনাটি প্রথম উদ্ভাবন করেছেন।
4এখন তাই ক্যানে ভরা লেবাননের বাতাস রপ্তানী হয়ে প্রবাসী লেবাননীদের কাছে বিক্রি হয়।
5স্টাফ লেবাননী পিউপল লাইক ও রাম্বলিং অফ এ লেবাননী হোপফুল ব্লগদ্বয় এই ব্যাপার নিয়ে লিখেছেন। ট্রাই ক্লপ ব্লগ এই হাওয়া লেবনান (লেবাননের বাতাস) ক্যানের উপর করা একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেছে এবং লিখেছে:这项趣闻或许能反映出,黎巴嫩人究竟多努力想出怪点子牟利,或展现民族主义精神:Rasha Najjar女士有天突发奇想,将空气封存于罐中外销,将本地罐装空气出口卖给海外侨民,Stuff Lebanese People Like与Ramblings of a Lebanese Hopeful博客很快便报导这项疯狂消息。
6লেবানীজরা যে কোন কিছু কিনতে ও বিক্রি করতে পছন্দ করে। লেবানীজরা বিশ্বাস করে তারা প্রাচীন কালের ফিনিশিয়ান ব্যবসায়ীদের মত।Tri-Klop张贴「黎巴嫩空气」(Hawa Lebnan)的广告片段后表示:
7তাই তাদের সময় কাটানোর উৎকৃষ্ট উপায় হাওয়া খাওয়া (রূপকার্থে) ছাড়াও তারা হাওয়া বিক্রি করাতেও সিদ্ধহস্ত। লেবানীজরা সফল হয়েছে লেবাননের বাতাস - হাওয়া লেবনান ক্যানে ভরতে এবং তাদের রপ্তানী করতে।黎巴嫩人喜欢买卖任何事物,也相信自己是古代腓尼基(Phoenician)海运贸易商的后裔,他们的娱乐除了「吃空气」(双关语,意指会说黎巴嫩语的人)之外,也开始贩卖空气,成功将黎巴嫩空气封存在罐中外销,罐子上还有黎巴嫩经贸部的标章。
8এই ক্যানে লেবাননী শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের সীলও রয়েছে।Antoun则表示,黎巴嫩人的企业精神与勤奋其实与他人相同:
9এদিকে ব্লগার আন্তুন লিখছে যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা:一个很热爱eBay的人告诉我,华人什么都愿意在网络上拍卖,只要价钱对了,「拍卖母亲也行」。
10ইবে (অনলাইন বাজার) চষে বেড়ানো আমার এক বন্ধু বলেছিল চাইনিজরা ইবেতে যে কোন কিছু বিক্রি করতে আগ্রহী।
11ভাল দাম পেলে তারা তাদের মাকেও বিক্রি করতে পিছপা হবে না। আমার উত্তর ছিল যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা।我的回答是,其实黎巴嫩人的企业精神与勤奋其实与他人相同,不过华人与黎巴嫩人最大不同之处在于,华人会遵守买卖原则,实品与相片一致,而黎巴嫩商人会想尽办法用计打败顾客,还要说服顾客他得到最好的价格与质量。
12তবে চাইনিজ এবং লেবানীজদের মধ্যে পার্থক্য হচ্ছে যে চাইনিজরা বিক্রিটা গুরুত্বের সাথেই শেষ করবে এবং আপনার মূল্য অনুযায়ী জিনিস পাবেন।
13অন্যদিকে লেবানীজ ব্যবসায়ী তার সর্ব প্রচেষ্টা দিয়ে ক্রেতাকে বোকা বানিয়ে তার কাছে জিনিসটি গছাবে এবং ক্রেতাকে তার পরেও বোঝাতে সক্ষম হবে যে সে খুব কম দামেই জিনিসটি পেয়েছে।
14উদাহরণ স্বরূপ: ‘হাওয়া লেবনান' বা ক্যানে লেবাননের বাতাস। রাশা নাজ্জার নাম্নী চতুর মহিলার মাথায় এই বুদ্ধি এসেছে।就例如「黎巴嫩空气」这个产品,想到这个点子的女士强调这不是营销技俩,而是种民族主义精神。
15তার মতে এটি চতুর বিপণন প্রচেষ্টা নয়, একটি দেশপ্রেমী প্রচেষ্টা।校对:Portnoy