# | ben | zhs |
---|
1 | এইডস: এতিম, মিছিল এবং মনে করিয়ে দেয়া | 爱滋录像:孤儿、社会意识与提醒 |
2 | এইডস কনফারেন্স ২০০৮ এবং বিশ্ব এইডস দিবস ২০০৮ সংক্রান্ত আমাদের পূর্ববর্তী লেখাগুলোর সাথে সামন্জস্য রেখে এবার আপনাদের কাছে কিছু ভিডিও উপস্থাপনা করছি। একটিতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সেই সমস্ত এতিম বাচ্চাদের দুর্দশা যাদের পিতা-মাতা এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে। | 继先前2008国际爱滋研讨会与2008世界爱滋日等特别报导后,全球之声继续介绍几部录像,记录父母死于 爱滋病后的孤儿苦难、世界爱滋日在孟加拉国的庆祝活动、SexualidadIntegral提醒墨西哥民众接受爱滋病筛检,以及2008年国际爱滋研讨会于墨西哥举行后发表的爱滋冲击报告。 |
3 | আরও রয়েছে বাংলাদেশে এইডস দিবস উদযাপন নিয়ে একটি ভিডিও, মেক্সিকো থেকে একটি পডকাস্ট যাতে এইডস টেস্ট করার পরামর্শ দেয়া হয়েছে এবং সর্বশেষে রয়েছে ২০০৮ সালের এইডস কনফারেন্সের ইম্প্যাক্ট রিপোর্ট। | |
4 | প্যানোস লন্ডন এমন একটি সংগঠন যা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণকে উৎসাহ দেয়। | Panos London这个组织鼓励贫民与社会边缘族群讨论国际发展议题,其中Growing Pains这个系列呈现因爱滋成为孤儿的孩童生活,以及他们如何负担照顾弟妹与维系家庭的责任,以下录像以南非孩童及家族的照片与自白制作而成: |
5 | তাদের এই বিষয়ে “বেদনার প্রসার” নামে একটি সিরিজ আছে যা দেখায় এইডসের কারনে এতিম হওয়া শিশুরা কি পরিমান কষ্ট স্বীকার করে ছোট ভাইবোনদের পালতে ও পরিবারকে সংহত রাখতে। | |
6 | নিচের ভিডিও তৈরি করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় এমন শিশুদের নিয়ে ছবির সমন্বয়ে: Growing Pains - Poverty, AIDS and Challenges to Childhood - video powered by Metacafe | 孟加拉国在2008世界爱滋日游行后举办庆祝活动,以下游行录像由bdaids拍摄,可在该网站见到: |
7 | বাংলাদেশে এইডস দিবস ২০০৮ উদযাপন করা হয়েছে মিছিল ও র্যালীর মাধ্যমে। নীচের ভিডিওটি তুলেছে বিডিএইডস নামক সংস্থা এবং তাদের সাইটে এটি প্রকাশ করেছে: | 下一段录像则来自墨西哥Sexualidad Integral系列录像第三集,以定格动画手法制作,希望人民不要拖延,及早接受爱滋病筛检: |
8 | পরের ভিডিওটি হচ্ছে মেক্সিকোর সেক্সুয়ালিডাড ইন্টেগ্রাল কর্তৃক প্রকাশিত একটি ভিডিও পডকাস্ট, যা এই সিরিজের তৃতীয়। স্টপ মোশন এনিমেশন এই বক্তব্যই প্রচার করে যে মানুষ এইডসের পরীক্ষা করায় দেরী যেন না করে: | 2008爱滋冲击报告分析流行病学、基础研究、临床研究、生物医学预防研究等领域的成果,并关注各地区发展,以及各国际爱滋病会议如何帮助国际社会面对艾滋病疫情,我们曾针对国际 爱滋病研讨会提供追踪报导,各位可在IAS网站下载报告内容,或在此阅读。 |
9 | এইডস ২০০৮ ইম্প্যাক্ট রিপোর্ট বিশ্লেষণ করে এইডস সংক্রান্ত এপিডেমিওলজি, মৌলিক ও ক্লিনিকাল গবেষণা এবং বায়োডার্মিকাল প্রিভেনসন রিসার্চ। | |
10 | এটি আলোকপাত করে স্থানীয় পরিপ্রেক্ষিতে এটা জানার জন্যে যে এইডস ২০০৮ এবং অন্যান্য সহায়ক এইডস কনফারেন্স বিশ্বব্যাপী এইডস মহামারী প্রতিরোধে কি ভুমিকা রেখেছে। | |
11 | আমরা আমাদের বিশেষ ফিচার পাতায় এই কনফারেন্সকে কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। | 校对:Portnoy |
12 | আপনারা আইওএস ওয়েবসাইট থেকে এই রিপোর্টটি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনে এটি দেখুন এখানে। | |