# | ben | zhs |
---|
1 | মাদাগাস্কার: দক্ষিণ কোরিয়ার সাথে ভূমি চুক্তি বিতর্কের সৃষ্টি করেছে | 马达加斯加:韩国土地租用案议论四起 |
2 | ফাইনান্সিয়াল টাইমস জানিয়েছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি মাদাগাস্কারের অর্ধেক চাষযোগ্য ভূমি লিজ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় মালাগাসী ব্লগোস্ফিয়ারে ভূমি স্বাধীনতা আর অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। | 《金融时报》报导,韩国刚向马达加斯加承租国内半数可耕地,引发马国博客圈关于土地主权与经济发展间的论辩,目前尚不清楚双方是否已签下合约,博客则思考这种协议能否称为「新殖民主义」。 |
3 | এখনো অবশ্য পরিষ্কার না যে ভূমি চুক্তি দুই দেশের মধ্যে সই হয়েছে কিনা। | 以下是目前已知情况整理。 |
4 | এর মধ্যে ব্লগাররা তর্ক করছে যে এই ধরনের চুক্তি ‘নব ঔপনেশিকবাদ‘ হিসাবে ধরা যায় কিনা। এখানে এখন পযন্ত যা জানা গেছে তার একটা চিত্র তুলে ধরা হলো। | 11月19日,《金融时报》报导韩国「大宇物流」与马达加斯加政府拟定上述合约。 |
5 | নভেম্বরের ১৯ তারিখে ফাইনান্সিয়াল টাইমস দক্ষিন কোরিয়ার ডেইউ লজিস্টিক কোম্পানি আর মালাগাসী সরকারের মধ্যে এই চুক্তির ব্যাপারটা তুলে ধরে । | Alex Evans在Global Dashboard博客整理信息: |
6 | গ্লোবাল ড্যাশবোর্ড ব্লগে এলেক্স ইভান্স যা জানা গেছে তার সারসংক্ষেপ দিয়েছেন: | 韩国甫与马达加斯加签下为期99年的协议,租借土地面积相当于比利时的一半,将用来生产棕榈油,产量至少是南韩玉米需求的半数以上[..] |
7 | দক্ষিণ কোরিয়া সবে মাত্র মাদাগাস্কারের সাথে ৯৯ বছরের একটা চুক্তি করেছে যেখানে তারা বেলজিয়ামের অর্ধেক আয়তনের ভূমি লিজ নেবে পাম তেল চাষের জন্য যা দক্ষিণ কোরিয়ায় এই আনাজের চাহিদার অন্তত অর্ধেক মেটাবে। | |
8 | বিডওয়েলস এগ্রিবিজনেস এর পরামর্শক কার্ল আটকিন্স বলেছেন যে মাদাগাস্কারে ডেইউ লজিস্টিক্সের এই লগ্নি তার দেখা সব থেকে বড়। “এই প্রকল্প আমাকে অবাক করে না, যেহেতু অনেক দেশই খাদ্য নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এর পরিধি আমাকে অবাক করেছে।” | Bidwells Agribusiness顾问公司的Carl Atkins表示,大宇物流在马国投资规模为史上首见,「这项计划并不令我意外,因为各国都在寻求巩固粮食供应安全,但这个规模确实出乎我意料」。 |
9 | কয়েক ঘন্টা পরে, ফাইনান্সিয়াল টাইমসের একটা ফলো আপ আর্টিক্যাল যোগ করেছে যে ডেইউ লজিস্টিক্স লিজের জন্য কোন ফিস দেবে না, বরং তারা ভূমি চাষ আর উন্নয়নের জন্য প্রযোজনীয় সাহায্য করবে। | |
10 | এলেক্স ইভান্স, দ্বিতীয় প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তিনি যা ভেবেছিলেন খবর তার থেকেও খারাপ: কয়েক ঘন্টা পরে, এই কাহিনীর সম্পুর্ণ নতুন একটা দিক উন্মোচিত হয়। | 几个小时后,《金融时报》刊出追踪报导,指大宇物流不会付款租借土地,而是提供土地开垦与发展所需方式。 |
11 | ভেবে দেখুন তো দক্ষিণ কোরিয়া ৯৯ বছরের লিজের জন্য কতো দিয়েছে? উত্তর: শুন্য, কিছুই না। | Alex Evans引述第二篇报导后,认为情况比他之前想象更糟: |
12 | এক পয়সা না। মাদাগাস্কারের জন্য মূল লাভ, ডেইউ এর ভাষ্যকারের বক্তব্য অনুযায়ী? | 几小时后,这则消息出现更惊人的新角度,猜猜看韩国为租用土地99年要付出多少钱? |
13 | “ওখানে চাষাবাদ করার ফলে আমরা তাদের জন্য কাজের সুযোগ করে দেবো, যা মাদাগাস্কারের জন্য ভালো হবে।” এই দেশে ৩. | 答案是:零,一毛钱都不用,如此马达加斯加究竟能获得什么好处? |
14 | ৫% লোক ডাব্লুএফপি এর খাদ্য সাহায্যের উপর আছে… অন্য দিকে দক্ষিন কোরিয়ার লাভ: “ওখানে আমরা আনাজ লাগাতে চাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। | 大宇集团的发言人表示:「我们会提供工作机会供民众耕作,这对马国是好事」,而这个国家共有3. |
15 | এই বিশ্বে খাদ্য অস্ত্র হতে পারে,” বলেছেন ডেউ এর ম্যানেজার হং জং-ওয়ান। | 5%的人口接受联合国农粮计划的粮食援助… |
16 | “আমরা ফসল অন্য দেশে রপ্তানী করতে পারি বা খাদ্য সংকটের সময়ে কোরিয়ায় আনতে পারি।” | 至于对韩国的利益呢? |
17 | ছবি ফোকো মাদাগাস্কারের সৌজন্যে এই ব্যাপারে মালাগাসী সরকারের সরকারী ভাষ্য এখনো পাবার অপেক্ষায়। | 大宇的经理人Hong Jong-wan说:「我们会将农作物外销至其它国家,或在粮食危机发生时运回韩国。」 |
18 | রয়টার্স জানিয়েছে যে এই চুক্তি চুড়ান্ত হতে এখনো অনেক বাকি। | 照片来自Foko-Madagascar |
19 | ডেইউ লজিস্টিক্স অবশ্য অনেক বিবৃতি দিয়েছে যা এইসব প্রতিবেদনের সততাকে প্রশ্নের সম্মুখীন করে। | 马国政府尚未对此发出正式声明,路透社报导此事根本尚未定案,倒是大宇物流已多次发送新闻稿反驳报导内容。 |
20 | রবার্ট কোয়েহলার, সিউল থেকে যিনি দ্যা মারমটস হোলে ব্লগ করেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানীর সাথে বিবাদের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন: | 居住在韩国首尔的Robert Koelher在The Marmot's Hole博客中,提到大宇物流指出的错误: |
21 | মেইল গিওঙজে আর একটা প্রতিবেদনে বলেছে যে বিশেষজ্ঞরা মনে করে ফাইনান্সিয়াল টাইমস প্রতিবেদনে ‘নব ঔপনেবেশিকবাদ ‘ আর ‘ডাকাত' সম্বলিত উস্কানীমূলক অনেক কথা ছিল যা ইউরোপকে বাদ দিয়ে আফ্রিকায় এশিয়ার বড় ধরনের উপস্থিতির বিরুদ্ধে সতর্কবাণী হিসেবেই করা হয়েছে। খবরে ডেইউ এর একজন লজিস্টিক অফিসারের উদ্ধৃতি অবশ্য ছিল যিনি বলেছিলেন যে এই ব্যাপারে মাদাগাস্কার বেশ আবেগপ্রবণ কারন তুলনা করলে যখন চীন লগ্নি করে তখন তারা শুধু নিজেদের লাভের পিছনে ছোটে। | 另一则报导中,Maeil Gyeongje表示专家相信《金融时报》的消息,其中关于「新殖民主义」与「海盗」等煽动性言辞,是要警告过去欧洲将非洲视为后院,如今已有愈来愈多亚洲涉足的痕迹。 |
22 | জুঙ্গাংগ ইল্বো পত্রিকা ইতোমধ্যে এফটিকে আক্রমন করে একটা সম্পাদকীয় লিখেছে এটা জিজ্ঞাসা করে যে এই পত্রিকা মাদাগাস্কারে (বায়োডিজেল জ্বালানীর উৎপাদনকারী) ব্রিটিশ জাত্রোফা ফার্মগুলোর দিকে না তাকিয়ে আর দ্বীপে আরও ফরাসী ক্ষেত না দেখে কেন শুধু একটা কোরিয়ান কোম্পানীর পিছনে পড়েছে। আর তা ছাড়া যে ভূমি ডেইউ নিচ্ছে তা অনুন্নত, সেখানে চাষাবাদের উপযোগী করা নতুন ক্ষেত কাজের সুযোগ করে দেবে, আর মাদাগাস্কার সরকার ক্ষেতের লাভ থেকে কর বাবদ ৩০% কেটে নেবে।” | 报导中确实引述一位大宇物流主管的谈话,提到马达加斯加对此事相当敏感,因为若中国投资,只会追求自利,[…]《中央日报》则刊登社论抨击《金融时报》,质疑为何对英国在马达加斯加的麻疯树田(用来制造生质柴油)视而不见,也对法国的屯垦区视若无睹,刻意只针对一间韩国公司;何况大宇所承租的土地未经开发,新农场将提供就业机会,马国政府也将对农作物收益课征30%的税收。 |
23 | মালাগাসী ব্লগগুলোতে এই ভূমি চুক্তি নিয়ে উত্তপ্ত আর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়েছে: | 马国博客圈对此事讨论相当热烈,意见也很分歧: |
24 | মালাগাসী প্রবাসী ওয়েবসাইট সোবিকা ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশের কয়েক মুহুর্ত পরে এই চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে (ফরাসী ভাষায়) আর তাদের পাঠকদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। | |
25 | কয়েক দিনের মধ্যে এই প্রতিবেদনের উপর ১০০টার বেশী মন্তব্য দেয়া হয়েছে। পরবর্তী একটা প্রতিবেদনে, সোবিকা ধারনা করেছে (ফরাসী ভাষায়) যে ইন্টারনেটে যে ক্ষোভের প্রকাশ হয়েছে তার থেকে কোম্পানী চুক্তির ব্যাপারটা জানাতে অস্বীকৃতি জানাচ্ছে। | 马国侨民网站Sobika在《金融时报》之后,也有提到此事[法文],并向读者征求响应,几天内便有逾百件留言;后续报导中,Sobika揣测因为网络愤怒声浪不断,让大宇物流开始否认合约内容。 |
26 | ক্ষোভ অবশ্য এক না সবার ক্ষেত্রে। কিছু ব্লগার মনে করেন যে এই ভূমি চুক্তির ফলে মাদাগাস্কার উপকৃত হতে পারে কারন এই ভূমির কিছু অংশে উৎপাদন বৃদ্ধি পাবে। | 但人们的见解各有不同,有些博客认为此事对马国有利,可为部分土地提高产能,Aiky在社群博客Malagasy Miray认为[马拉加西文]: |
27 | কমিউনিটি ব্লগ মালাগাসী মিরার আইকি আরো যোগ করেছেন: | 以较不带情绪角度看待此事的优点: |
28 | * কৃষকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ যার ফলে রাজস্ব আয়ের নতুন সুযোগ হবে। | - 农民的新工作机会可能带来更多收益。 |
29 | * যে ভূমির মূল্য খুব কম তাকে লিজ হবার পর কাজে লাগানো। | - 原本没什么价值的土地获得开发机会,租用期结束后还能续用。 |
30 | * রাজস্ব বৃদ্ধির ফলে ধারাবাহিক যে পরিবর্তন হবে। | - 收益所带来的连锁效应。[ …] |
31 | * দেশের ওই অঞ্চলের রাস্তা আর অন্যান্য সুবিধার যে সম্ভাব্য উন্নয়ন হবে। | - 当地国有道路与其它设施可能会获得改善。 |
32 | * একটা সম্ভাব্য উপায় যা গ্রাম থেকে মানুষের চলে আসা রোধ করবে। | - 或许能改善乡村人口流失的趋势。 |
33 | এই বিতর্কের পুরো একমাস আগে, গত অক্টোবরে আন্তানানারিভোবাসী একজন উকিল আর ব্লগার আন্ড্রিডাগো দ্যা সাইবার অব্জারভারে ব্লগে বিষ্ময়কর অন্তদৃষ্টি প্রকাশ করেছিলেন ভূমি আর বৈদেশিক বিনিয়োগের আইঙ্গত দিক নিয়ে প্রশ্ন করে। এটা বিষ্ময়কর যে এই লিজ যেসব আইনের অধীনে হচ্ছে তা এই বছরের শুরুতে সংশোধন করা হয়: | 律师兼博客Andrydago在The Cyber Observer博客里,很有远见地于十月便指出,土地主权与外来投资可能引发的法律问题,比此次争议足足早了一个月,令人惊讶的是,原本规范较为严格的法条,竟然在今年稍早经过修正: |
34 | সম্প্রতি, নতুন মালাগাসী বিনিযোগ আইনের ধারা ২০০৭-০৩৬ জানুযারী ১৪, ২০০৮ এ খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এনেছে যাতে বিদেশীরা মাদাগাস্কারে ভূমির মালিক হতে পারে। এই আইন অনুযায়ী বিদেশী কোম্পানী বা বিদেশী বিনিযোগকারী (ব্যক্তি যাদেরকে বিনিয়োগ ভিসা দেয়া হয়েছে), নিম্নের শর্ত সাপেক্ষে মালাগাসী ভূমি কিনতে পারবে: | 马达加斯加新投资法(案号2007-036)于2008年1月14日通过,但最近针对外国人在马国的土地所有权部分,做出很重大的修正,让外国企业或外国投资人(指获发投资人签证者)可在以下情况,购买马国土地: |
35 | ১) ভূমি শুধুমাত্র পেশাগত সাথে ব্যবহৃত হবে। তারা যা মালাগাসী সরকারকে কথা দিয়েছে তার ব্যত্যয় ঘটিয়ে অন্য কোন ধরনের ব্যক্তিগত ব্যবহার বা স্বার্থের প্রয়োগ নিষিদ্ধ। | 1. 土地仅可做为开发之用,禁止从事原申请目的之外的开发或个人使用,如违反规定,马国政府可依法撤销土地所有权。 |
36 | যদি এমন অবস্থার লঙ্ঘন হয়, সরকার আইনসঙ্গতভাবে তাদের ভূমি মালিকানা ফিরত নিতে পারে; ২) বিদেশী কোম্পানী বা বিনিযোগকারীকে তার ব্যবসার নকশা জমা দিতে হবে (মাদাগাস্কারে বিনিয়োগ পরিকল্পনা) একটা জনগনের প্রতিনিধির সামনে যার নাম ইডিবিএম (মাদাগাস্কারের অর্থনৈতিক উন্নয়ন বোর্ড)। | 2. 外国企业或投资人需提交投资计划书,供「马达加斯加经济发展局」审查,内容应详述预定从事产业与相关投资项目。 |
37 | এই পরিকল্পনায় ব্যাখ্যা আর বর্ণনা করা থাকবে তাদের পরিকল্পিত ব্যবসা আর মাদাগাস্কারে তাদের সম্ভাব্য বিনিয়োগ সম্পর্কে; | 3. 外国企业或投资人需向经发局申请土地购买许可,方可合法购买马达加斯加土地,获此许可后,外国企业或投资人即拥有与马国单位相同之权利。 |
38 | ৩) বিদেশী কোম্পানী বা বিনিয়োগকারী একটা আনুষ্ঠানিক সম্মতির জন্য আবেদন করবেন যা ‘ভূমি গ্রহনের জন্য ক্ষমতাপ্রদান' নামে অভিহিত ইডিবিএমের সামনে যাতে তারা আইন্সম্মতভাবে মালাগাসী ভূমি ক্রয় করতে পারে। | |
39 | এই ক্ষমতাপ্রদান যদি করা হয়, তাহলে এটা বিদেশী কোম্পানী বা বিনিয়োগকারীকে একজন মালাগাসীর সমান অধিকার দেবে মালাগাসীতে ভূমি ক্রয় ও তার মালিক হওয়ায়। | 校对:Soup |