# | ben | zhs |
---|
1 | ভেনিজুয়েলা: ইন্টারনেটে পথের শিল্প | 委内瑞拉:網絡传播街头艺术 |
2 | নাগরিক মিডিয়ার সংস্পর্শে আসায় পথশিল্পী ও বাদ্যকারদের দর্শক-শ্রোতা বেড়ে গিয়েছে। | 因为公民媒体,街头艺人与音乐家接触到更多群众。 |
3 | ভেনিজুয়েলাতে সঙ্গীত এবং থিয়েটার দৈনন্দিন জীবনে ট্রাফিক এবং বাসের মতোই অংশ। | 在委内瑞拉,音乐与戏剧一直是日常生活、交通与公车的一部分,多位公民记者分享与艺术家接触的经验,让都市生活增添色彩。 |
4 | বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক শহুরে জীবনকে রঙ্গিন করা এসব শিল্পীদের সঙ্গে তাদের সাক্ষাতের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। | 这些艺术家也自行拍摄短片或记录片,捕捉街头音乐家演出实况。 |
5 | একইভাবে এসব শিল্পীরাই স্বল্পদৈর্ঘের ছবি এবং তথ্যচিত্র বানিয়ে তারা বিভিন্ন পথশিল্পীদের পরিবেশনাগুলো প্রদর্শন করে। | 以下这段影片由艺术家自拍,准备在街头歌手节播出,可见国内各地音乐家在此共聚一堂: |
6 | এই ভিডিওটিতে আপনি সারাদেশের বিভিন্ন শহর থেকে আসা সঙ্গীতকারদের একসঙ্গে দেখতে পাবেন, যেটা পথ গায়কদের উৎসবের জন্যে শিল্পীরা নিজেরাই রেকর্ড করেছে: | Cinetica13则分享另一段影片,拍摄梅里达市(Mérida)广受欢迎的街头音乐家演出。 |
7 | এরই মাঝে সিনেতিকা১৩ মেরিদা শহরের পথশিল্পীদের একটি অত্যন্ত জনপ্রিয় পরিবেশনা ভাগাভাগি করেছেন। | 在委内瑞拉街头艺术领域里,戏剧亦占有一席之地,Perucho Morales在YouTube网站上传影片,由同样来自梅里达市Comediantes剧团演出。 |
8 | ভেনিজুয়েলার পথশিল্প জগতে থিয়েটারেরও একটা স্থান রয়েছে। পেরুচো মোরালেস তার ইউটিউব একাউন্টে মেরিদার শহরেরই “কমেদিয়ান্তা” দলের পরিবেশনা ভাগাভাগি করেছেন। | 缩图“委内瑞拉梅里达市乐声”来自Flickr用户David Hernández,依据创用CC BY-NC-SA 2.0授权使用 |