# | ben | zhs |
---|
1 | ১২৫ দিন জেলবাসের পর মুক্তি পেলেন মিশরের বামপন্থী কর্মী মাহেনূর আল-মাশরি | 埃及极左派玛喜努. 艾尔-梅斯里重获自由 |
2 | মাহেনূর যখন মুক্ত। | 一张由@HaniShukrallah在推特上分享的海报,庆贺玛喜努重获自由。 |
3 | ছবিটি টুইটারে শেয়ার করেছেন হানিশুকরাল্লাহ। | 在入狱125天以后,埃及左派人士玛喜努. |
4 | ১২৫ দিন জেলবাসের পর মিশরের বামপন্থী রাজনৈতিক কর্মী মাহেনূর আল-মাশরি আজ মুক্তি পেয়েছেন। | 艾尔. 梅斯里终于在今天(9月22日)被释放了。 |
5 | মাদা মাশর তাদের প্রতিবেদনে জানিয়েছে, আলেক্সান্দিয়ার আদালত মাহেনূরের ৬ মাসের কারাদণ্ড স্থগিত করেছে। | 根据玛达. 梅瑟(Mada Masr)报导指出,亚历山德拉法院宣布中止对于艾尔. |
6 | গত মে মাসে আপিল আদালত আরো ৮ জন রাজনৈতিক কর্মীর সাথে মাহেনূরকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল। | 梅斯里须服监六个月的判决。 梅斯里和她其他八名伙伴因为违反了埃及极具争议的游行法,在五月时被上诉法院宣判两年徒刑。 |
7 | তাদের অপরাধ ছিল, তারা বিতর্কিত প্রতিবাদ আইনের প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল। | 这项法条规定禁止在国内进行抗争行动。 玛喜努在十二月因为在法院外抗议而遭到逮捕,当时法院正在针对两名被指控谋杀卡雷. |
8 | উল্লেখ্য, এই আইনে মিশরে সব ধরনের প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। | 赛德(Khaled Saeed)(注一)的警察进行审判。 |
9 | মাহেনূরকে গ্রেফতার করা হয় গত ডিসেম্বর মাসে আদালতের বাইরে প্রতিবাদ করার সময়ে। | 赛德被认为是埃及革命的穆罕默德. 布瓦吉吉(Mohamed Bouazizi)(注二) |
10 | সেদিন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে খালিদ সাঈদকে খুনের অভিযোগে বিচার চলছিল। | 七月时,玛喜努的刑罚被减为六个月,而今天的消息更令人振奋,因为轻罪法庭(Misdemeanors Courth)宣判她无罪。 |
11 | সাঈদকে মিশরে বিপ্লবের মোহাম্মদ বুয়াজিজি হিসেবে বিবেচনা করা হয়। | 玛喜努在八月二十五日时发起绝食行动,和她一起的有埃及激进人士、随后在2014年九月十五日被释放的部落客阿拉. 阿柏德. |
12 | গত জুলাই মাসে মাহেনূরের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ৬ মাস করা হয়েছিল। | 法特(Alaa Abd Fattah)以及其他被关的政治犯。 |
13 | তবে সবচে' ভালো সংবাদটি এসেছে আজকে। | 网络上对于玛喜努被释放,许多人都觉得很高兴。 |
14 | মিসদেমেনরসের আদালত তার মামলা খারিজ করে দিয়েছে। | 创作丰富的埃及部落客哲诺比雅(Zeinobia)认为在一个好消息不多的国度中,她的释放无疑是「来自今天的好消息」: |
15 | মিশরের আরেক রাজনৈতিক কর্মী এবং ব্লগার আলা আব আল-ফাত্তাহ'র সমর্থনে মাহেনূর আগস্টের ২৫ তারিখে অনশন শুরু করেছিলেন। | Mahinour El-Masry is released from detention pending trial. |
16 | আল-ফাত্তাহ আরো কিছু রাজনৈতিক কর্মীর সাথে সেপ্টেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছেন। | The good news of the day |
17 | মাহেনূরের মুক্তির খবর নেটিজেনরা স্বাগত জানিয়েছেন। | - Zeinobia (@Zeinobia) September 21, 2014 在极有可能宣判入监的审判中,玛喜努. |
18 | বর্তমানে পৃথিবী জুড়েই সুসংবাদের বড়ো অভাব। | 艾尔-梅斯里被释放了! 来自今天的好消息! |
19 | মিশরের ব্লগার জেইনোবিয়া মাহেনূরের মুক্তিকে ”দিনের সেরা খবর” বলে অভিহিত করেছেন: | 斯迈恩. 卡莉法(Yasmine Khalifa)也有类似的感受: |
20 | | Amidst the crappy news of multiple explosions across Egypt there is a glimmer of happy news that Mahinour will be released. |
21 | মাহেনূরকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়া হয়েছে। | - Yąsmine Khalifa (@jazkhalifa) September 21, 2014 |
22 | আজকে দিনে এটাই সবচে' ভালো খবর। | 在埃及发生多起令人不快的爆炸案后,总算有一件令人开心的消息了,那就是玛喜努即将被释放。 |
23 | ইয়াসমিন খলিফা একই ধরনের অনুভূতির কথা লিখৈছেন: | 但是同为激进派人士的莫娜. |
24 | মিশর জুড়ে এখন দু:সংবাদের ছড়াছড়ি। | 赛夫(Mona Seif)了解玛喜努不会为此感到开心,她在推特上说: |
25 | এর মধ্যে মাহেনূরের মুক্তি ভালো খবরের একটা আভাস মাত্র। | 玛喜努虽然会被释放,但是她不会太开心,因为那些和她一起被关的人还在牢里,尤其是伊丝拉姆(Islam),她甚至连抗议行动都没加入。 |
26 | সহ-রাজনৈতিক কর্মী মোনা সেইফ জানেন মাহেনূরকে কোন বিষয়টি হতাশ করেছে। | 强烈要求释放伊丝拉姆、欧玛(Omar)、卢爱(Luay)和娜瑟(Nasser)! |
27 | তিনি টুইট করেছেন: | 当玛喜努还在牢中时,她获颁2014年卢多维奇. |
28 | মাহেনূর মুক্তি পেলেও খুশি হবে না। | 特拉希尔国际人权奖,该奖项是律师们表彰为人权奔走的律师而设立的年度奖项。 |
29 | কারণ একই মামলায় অন্যরা এখনো আটক আছে। | 很巧的是,1985年第一次获得此奖的是南非领袖奈尔森. |
30 | বিশেষ করে ইসলাম, যে কি না প্রতিবাদ কর্মসূচীতে অংশ-ই নেয়নি। | 莽迭拉(Nelson Mondela),当时他也正在服刑。 律师加莫. |
31 | ইসলাম, ওমর, লরি, নাসের- সবার মুক্তি চাই। | 艾德(Gamal Eid)认为释放玛喜努是政府为了改善形象而采取的手段。 |
32 | জেলে থাকা অবস্থাতেই মাহেনূর ২০১৪ সালের লুদভিক ট্রেরিয়েক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন। | 他在推特上说: 在祝贺玛喜努出狱之余,我认为她会之所以被释放是这个专制政府的政治手段之一,因为她下个月就要获颁国际奖项之故。 |
33 | আশ্চর্যজনকভাবে ১৯৮৫ সালে প্রথম যখন এই পুরস্কার প্রবর্তন করা হয়, সেবার জেলে থাকা অবস্থায় পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলা। | 主要目的是让总统去外国访问前,借机改善(国家)形象。 埃及总统阿卜杜勒. |
34 | আইনবিদ গামাল ইদ বিশ্বাস করেন, সরকার তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে মাহেনূরকে মুক্তি দিয়েছে। | 法塔. 赛西(Abdel Fattah El Sisi)准备在今天飞往美国纽约参加联合国大会。 |
35 | তিনি টুইট করেছেন: | 不过这不表示玛喜努不会再跟埃及司法机关扯上关系。 |
36 | মাহেনূরকে অভিনন্দন জানিয়ে যেটা বলতে চাই- আমি বিশ্বাস করি, রাজনৈতিক চাল হিসেবে অত্যাচারী সরকার মাহেনূরকে মুক্তি দিয়েছে। | 她还有拉莫警察局一案在身,在此案中,她和其他12人被指控破坏警局以及打伤警察。 注一:卡雷. |
37 | আগামী মাসে মাহেনূর একটি আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছেন। | 赛德(Khaled Saeed)是一名埃及青年,他在2010年6月6日被警方逮捕后因不明原因死亡。 |
38 | | 民众怀疑他是遭到殴打致死,因此在脸书发起「我们都替卡雷『说的』」(We are all Khaled Said)运动,让他的死引起广泛注意,并导致2011年的埃及革命。 |
39 | রাষ্ট্রপতির দেশের বাইরে সফরে যাওয়ার আগ মুহূর্তে এই পুরস্কার দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। | 2011年11月,二名警察因将他殴打致死而判处7年徒刑。 2014年3月3日再度审理,这次被判处10年徒刑。 |
40 | মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। | 注二:穆罕默德. 布瓦吉吉(Mohamed Bouazizi)是名突尼西亚小贩,一名省级官员在没收他的财产对他百般侮辱,导致他在2011年1月4日自焚而死。 |
41 | তবে মুক্তি পাবার মধ্যে দিয়ে মাহেনূরের বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। | 他的行为引爆了突尼西亚革命,最终让当了23年总统的宰因. 阿比丁. |
42 | রামল পুলিশ স্টেশনের মামলা এখনো ঝুলছে তার কাঁধে। | 本. |
43 | এ মামলায় মাহেনূর-সহ আরো ১২ জনের বিরুদ্ধে পুলিশ স্টেশনে ভাংচুর এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে। | 阿里(Zine El Abidine Ben Ali)在2011年1月14日下台。 校对:Fen |