# | ben | zhs |
---|
1 | গুয়াতেমালা: কিছু শিল্পীর ক্ষেত্রে পিকাসো ভুল ছিলেন | |
2 | পাবলো পিকাসো, যাকে সকল সময়ের অন্যতম এক সেরা শিল্পী হিসেবে বিবেচনা করা হয়, তিনি বলেছিলেন, “কম্পিউটার কোন কাজের নয়। | |
3 | এটা কেবল আপনাকে উত্তর দিতে পারে”। তবে এই বক্তব্যর পর ৪০ বছর পার হয়ে গেছে। | 危地马拉:这些艺术家认为毕卡索错了 |
4 | গুয়েতেমালার চিত্রশিল্পী বা পেইন্টাররা কম্পিউটার ও ইন্টারনেটকে ভবিষ্যতে ছবি আঁকা ও প্রর্দশনীর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। | |
5 | এইসব শিল্পীদের অনেকই বিদেশে বাস করছে এবং ছবি আঁকছে। তাদের কাজ অন্যদের দেখানো ও শিল্পী সম্প্রদায়ের সংর্স্পশে থাকার জন্য তারা ব্লগ ব্যবহার করছে। | 毕卡索是历史上极为知名的艺术家,他曾说:「电脑没有用,只能给我们答案」,但时隔40年,许多危地马拉画家都使用电脑与网络为工具,并做为未来艺廊。 |
6 | সেবাস্টিয়ান সারতি গুয়াতেমালার একজন নাগরিক। | 这些艺术家许多人都在海外居住与作画,他们运用博客展示作品,并与社群保持联系。 |
7 | কিন্তু তার জন্ম কোস্টারিকায়। তারা বাবা কোস্টারিকায় নির্বাসিত জীবনযাপন করার সময় সেখানে একজন পুয়ের্তোরিকান মহিলাকে বিয়ে করেন। | Sebastian Sarti是危地马拉人,但出生于哥斯达黎加,他的瓜国父亲当时流放在外,与哥国母亲相识结婚,他成长于尼加拉瓜,曾居住于瓜国,目前正Aix et a Marseille从事绘画,在个人博客「脑内混乱」发表作品。 |
8 | তিনি সারতির মা। সারতি নিকারাগুয়ায় বেড়ে ওঠে, কিছু সময়ের জন্য গুয়াতেমালায় বাস করে। | Le voleur d'animaux作品来自Sebastian Sarti |
9 | বর্তমানে সারতি ফ্রান্সের এক্স ও মার্সেই উভয় জায়গাতেই বাস করছে এবং নিজেকে শিল্পচর্চার জন্য উৎসর্গ করেছে। | |
10 | তিনি তার ব্যাক্তিগত ব্লগ এল দেসোরদেন দে লা কাবাহা (স্প্যানিশ ভাষায়) [আমার মাথায় যে গোলমাল রয়েছে]তার কাজ সবার সাথে ভাগাভাগি করে নিয়েছেন। | |
11 | Le voleur d´animaux by Sebastian Sarti হিস্টোরিয়ান্দো [স্প্যানিশ ভাষায়] ব্লগের জুয়ান কালোর্স নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বাসিন্দা। | Historiando博客的Juan Carlos现居美国纽约市布鲁克林区,也相当具有艺术天赋,他是画家兼社运份子,作品出现在艺廊与游行场合,他用回收的地铁票拼凑出约翰蓝侬(John Lennon)的海报,抗议纽约大众运输票价过高,部分展品请见此。 |
12 | তাঁর অনেক প্রতিভা। তিনি এসব তার পাঠকদের সাথে শেয়ার করছেন। | Juan Carlos的艺术作品 |
13 | তিনি একাধারে চিত্রশিল্পী ও অ্যাকটিভিস্ট। তিনি তার শিল্পকর্ম গ্যালারিতে প্রর্দশনের জন্য রাখেন। | Elvira Mendeza是位具天赋的画家,居住于危地马拉Antigua,同样透过网络与世界分享作品,她的博客Pintura汇集她的画作,呈现不同形貌、色彩与质地的自己。 |
14 | তবে তা তিনি প্রতিবাদের জন্যও ব্যবহার করেন। | Elvira Mendeza的拼贴作品 |
15 | নিউইর্য়কে জনাসাধারণের যান মেট্রো রেলের টিকেটের দাম অনেক বেশী হওয়ার প্রতিবাদে তিনি মেট্রোর টিকেট দিয়ে জন লেননের একটি পোস্টার তৈরী করেন। | |
16 | এই লিংকের মাধ্যমে আপনি তার আরো কিছু প্রদর্শনী দেখতে পাবেন। Artwork by Juan Carlos | Alejandro Marre为诗人、表演者,亦为富有创意的画家,都展现在Arte Marre博客中,揉合混杂流行文化元素后,获得如下作品: |
17 | এলভিরা মেনডেজ প্রতিভাবান চিত্রশিল্পী। | 「四处走走」作品来自Alejandro Marré |
18 | তার বাস গুয়াতেমালার রাজধানি এন্টিগুয়ায়। ভদ্রমহিলা তার কাজ সারা পৃথিবীর মানুষের সাথে শেয়ার করেন। | Erick González居住在世界画家都梦想的法国蒙马特,他的创作主题都很有意思,以回收素材创作影像,对比危地马拉最复杂的议题,如女性受暴力情况、保镳及枪枝日增等,他的博客里,也有各种关于作品的批评及照片。 |
19 | তার ব্লগ পিনটুরা [স্প্যানিশ ভাষায়] তার চিত্রকর্ম ভিন্ন আকার, রং এবং টেক্সচার বা পটভুমি ব্যবহার করার বিষয়ে তার অবস্থান তুলে ধরে। | |
20 | Collage by Elvira Méndez Walking around by Alejandro Marré | 以下为范例: |
21 | এরিক গোনজালেজ মঁন্তমারতে এলাকায় বাস করেন। | Erick González 作品 |
22 | এ এলাকা অনেক চিত্রশিল্পীর স্বপ্নের বাসস্থান। তিনি বেশ কৌতুহলজনক কাজ তৈরী করেছেন। | 危地马拉让年轻艺术家展示作品的艺廊或公共空间很有限,受邀参展的资源很少,艺评亦鲜少提及未成名艺术家,故博客提供机会,让年轻艺术家展现艺术创作、表达自身想法,并与前来网站浏览作品的访客互动。 |
23 | তিনি রিসাইকেল বা পুন:ব্যবহার করা জিনিষ দিয়ে ছবি তৈরি করেছেন যা গুয়াতেমালায় সবেচেয়এ বীপরিতধর্মী জটিল বিষয় বলে বিবেচিত হচ্ছে। | |
24 | নারীর প্রতি অত্যাচার থেকে দেহরক্ষীর সংখ্যা বাড়ানো এবং অস্ত্রবেড়ে যাওয়া এসবই তার চিত্রকর্মের বিষয়। | |
25 | তার ব্লগ [স্প্যানিশ ভাষায়] তার সমালোচনা ও তার চিত্রশিল্পের ছবি তুলে ধরে। | |
26 | এখানে তার এক নমুনা I am a Product by Erick González | 本文照片均经同意后使用,或依据创用CC授权使用。 |
27 | সকল চিত্রকর্ম অনুমতি নিয়ে অথবা ক্রিয়েটিভ কমন লাইসেন্স-এর অধীনে প্রকাশ করা হল। | 校对:Portnoy |