# | ben | zhs |
---|
1 | ম্যাসেডোনিয়াঃ সফটওয়ার স্বাধীনতা দিবস | 马其顿:软件自由日 |
2 | বৈশ্বিক সফটওয়ার স্বাধীনতা দিবসের অংশ হিসাবে মুক্ত সফটওয়ার ম্যাসেডোনিয়া তৃতীয়বারের মত স্কপিয়ের কেন্দ্রে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। | 参予全球自由软件日的 马其顿自由软件已经第三次在斯科普里市中心举办活动。 |
3 | তারা ৪ঠা অক্টোবর আয়োজিত অনুষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তুতকৃত উবুন্টু লিন্যাক্সের লিফলেট ও ডিস্ক বিতরণ করেছে। যার মধ্যে অন্যান্য অপরেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী মুক্ত সফটওয়ার প্রোগ্রাম ও সুইডিস পাইরেসি সংস্কৃতির উপরে নির্মিত একটা চলচ্চিত্র “স্টিল দিস ফিল্ম” ও ছিল। | 十月四日,他们散发传单还有Ubuntu Linux操作系统的光盘,这是特别为这次场合所准备的,其中不但包括可用于其它操作系统的免费应用软件,而且也有瑞典盗版运动里名为《干走电影》(Steal This Film)的纪录片。 |
4 | সফটওয়ার মুক্ত দিবসের প্রচারপত্র স্কয়ারে অনুষ্ঠান শুরু হলে দিবসটির তাৎপর্যে অনুপ্রাণিত হয়ে একদল শিল্পী একে উৎসর্গ করে যৌথভাবে একটি ছবি আঁকে। | 活动在广场开始了,并且包括一群艺术家,他们贡献了一幅因这个日子的启发而共同完成的画。 |
5 | ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া ব্লগের একজন সদস্য লেখেন (ম্যাসেডোনিয়ানে): | 在马其顿免费软博客,成员发表(MKD): |
6 | ক্যানভাসটি স্কয়ারের মানুষদের মনোযোগ আকর্ষণ করে যদিও সে সময়ে আরো অনেক অনুষ্ঠান চলছিলো। | 即使有很多活动同时举办,画布仍在广场上吸引到人们的注意。 |
7 | তাৎক্ষণিকভাবে শিল্পীরা আঁকতে শুরু করে এবং ক্যানাভাসে অনতিবিলম্বে ভেসে ওঠে “ফ্রি সফটওয়ার” লেখা। সফটওয়ার স্বাধীনতা দিবসের জন্য অঙ্কিত ক্যানভাস | 艺术家立刻开始创作,并且很快的让帆布上有了「免费软件」字样。 |
8 | মানুষের সাড়া এবং অনুষ্ঠান দেখে তারা পরিতৃপ্ত ছিল (ম্যাসেডোনিয়ান ভাষায়): | 他们对于这场活动和人们的反应感到很满意(MKD): |
9 | আমরা অনেক মানুষকে তথ্য সরবরাহ করেছি এবং অনেকেই থেমে দাড়িয়েছে এবং প্রশ্ন করেছে। | 我们将信息传达给了很多人,有的人甚至停下来问问题。 |
10 | কিছু মানুষের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তবে অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ে বেশীরভাগের সরল আগ্রহ দেখা গেছে। | 有人问了具体的问题,但绝大多数的人普遍感到有兴趣的是这个活动本身。 |
11 | প্রত্যাশার চেয়েও অনুষ্ঠানটি ভাল হয়েছে। | 总之,这活动超乎预期的好。 |
12 | যারা ফ্রি সফটওয়ার সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছে সম্ভবত তারা আবার আসবে “জ্ঞান বিনিময়” অথবা “চলচ্চিত্র বিনিময়” কার্যক্রমে অংশ নিতে। তখন আমরা তাদের সাথে আরো গাঢ় যোগাযোগ স্থাপন করতে সমর্থ হবো। | 也许有些真的对自由软件文化有兴趣的人,会去「分享知识」或「共享电影」,在那里我们可以再做更深入的接触。 |
13 | ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া প্রতি সপ্তাহে অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেমন: “জ্ঞান বিনিময়”, যেখানে তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় কর থাকে। ফ্রি সফটওয়ারে আগ্রহী মানুষদের সাথে আলোচনা করে। | 马其顿免费软件每周会举办像「分享知识」这类的活动,在那里他们会分享他们的知识、实验还与对免费软件感兴趣的人们一起讨论,而在「共享电影」里,他们会做有趣的介绍、放映使用开放源代码的软件所制作的录像还有YouTube节目表。 |
14 | মজার উপস্থাপনা, উন্মুক্ত বিষয়ের চলচ্চিত্র এবং ইউটিউবের প্লেলিস্ট সম্বলিত চলচ্চিত্র বিনিময় করে। | 这些活动欢迎任何人参加而且是免费的。 |
15 | এইসমস্ত আয়োজনে যেকোন মানুষ অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হয় এবং তারা কোন খরচ ছাড়াই অংশ নিতে পারে। | 图片来源:马其顿自由软件,在创用CC授权下可使用 |
16 | আলোকচিত্রের জন্যে কৃতজ্ঞতা: ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া, যা ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | 校对:Soup |