Sentence alignment for gv-ben-20100401-10042.xml (html) - gv-zhs-20100306-4785.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র: ৪ঠা মার্চ শিক্ষা রক্ষার দিবস美国:三月四日捍卫教育行动日
2গত ৪ঠা মার্চ ডে অফ একশন টু ডিফেন্ড এডুকেশন (শিক্ষা বাঁচাতে প্রতিবাদ দিবস) পালিত হয়েছে যুক্তরাস্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে।
3ছাত্র-ছাত্রীরা বেতনের বৃদ্ধি ও বর্ণবাদের বিরুদ্ধে, এবং বিনামূল্যে সরকারী শিক্ষা পাবার জন্য প্রতিবাদ করে।
4এই কর্মকান্ডের মূল কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়াতে যেখানে রাজ্যব্যাপী প্রতিবাদ চলেছে ইউসি বের্কলি থেকে ওকল্যান্ড ক্যাম্পাস পর্যন্ত।
5এতে অংশগ্রহণকারীরা নিজেদের মত করে প্রতিবাদ চালাতে পারবে যেই পদ্ধতিই তাদের কাছে শ্রেয় মনে হবে সেই ভাবে। তার মানে অনশন, বর্জন, মিছিল, র‍্যালি, কাজকর্মে অব্যাহতি, সিট-ইন বা টিচ-ইন।「三月四日国家捍卫教育行动日」正在美国多所大学进行,学生共同抗议学费涨价与种族主义,并要求公立学校免费。
6র‍্যালীর চিৎকার সাধারণ জনগনের মধ্যে নাড়া দিয়েছে বেতন বাড়ানোর কারণে যেটি ৩২% পর্যন্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে।
7টুইটারে, #March4 হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে কর্মকান্ডের তথ্য জানানোর জন্য। @লাভিকা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার রাজ্য সুপারিটেন্ডেট জ্যাক ও'কন্নেল মনটারির কলটন হলে র‍্যালি করবেন।活动焦点位于加州,加州大学从柏克莱分校至奥克兰分校纷纷出现抗议人潮,主办单位鼓励参与者使用任何有效或适合的手段表达意见,包括罢工、退席、静坐、座谈等,学生相当不满最近加州州立大学调涨学费,比例最高达32%。
8ফাইটব্যাক নিউজ তাদের একটি খবরে অন্যান্য ক্যালিফোর্নিয়ার কলেজ ক্যাম্পাসের অস্থিরতা সম্পর্কে জানিয়েছে। ইউসি আরভাইন ক্যাম্পাস এর প্রশাসন বিল্ডিং শিক্ষার্থীদের ও কর্মচারীদের দখলে ছিল ফেব্রুয়ারির ২৪ তারিখে।人们在Twitter网站上使用#March4标签散播相关讯息,@Lavika提到,加州督学Jack O'Connel计划参加在Colton Hall举办的活动,这栋建筑物亦是加州第一所公立学校旧址。
9তাদের একটি দাবি ছিল অবৈধ শিক্ষার্থীর জন্য আর্থিক সাহায্য প্রদান করা।Fightback!
10বর্ণবাদী সম্পর্ক আরেকটি ব্যাপার যেটি ৪ঠা মার্চের প্রতিবাদে বহুল আলোচিত বিষয় ছিল।News网站张贴一篇文章,论及加州各大学内的不满情绪,加州大学尔湾分校行政大楼于2月24日遭学生及员工占领,其中一项诉求为提供财务援助给违法居留学生。
11ইউসি স্যান ডিয়াগো এবং বার্কলি ব্ল্যাক স্টুডেন্ট ইউনিয়ন এবং ইউসিএলএ আফ্রিকান স্টুডেন্ট ইউনিয়ন একসাথে হয়েছে ঘৃণিত অপরাধের বিরুদ্ধে এবং বর্ণ বৈচিত্র না থাকার বিরুদ্ধে।
12পহেলা মার্চে একটি নিষ্প্রদীপ প্রতিবাদ চালানো হয়েছিলো ইউসি বারকেলিরতে। নিচের ইউটিউব ভিডিওটি আপলোড করেছেন রিগওয়াপ্রডাকশন্স যা বর্ণনা করে তাদের কর্মকান্ড।在这场行动中,种族关系亦为另一项议题,加州大学圣地牙哥分校、柏克莱分校黑人学生联盟、洛杉矶分校非裔学生联盟都参与示威游行,抗议仇恨犯罪及加州大学体系内部不够多元,柏克莱分校校园便于3月1日出现类似集会抗争。
13পহেলা মার্চে বার্কলি বিশ্ববিদ্যালয়ে নিরবতা পালন以下YouTube影片由rgiwaproductions上传,记录部分示威活动画面。
14সেখানে পূর্ব উপকূল থেকে যোগ দিয়েছেন হান্টার কলেজ, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এবং দ্যা নিউ স্কুল যেখানে অনেক শিক্ষার্থীরাই তাদের সংহতি প্রকাশ করেছে তাদের ব্লগ ও সোসাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। নিউ ইয়র্কের বাসিন্দারা গত বসন্তে তাদের স্কুল ফি খাতে ১৪% বৃদ্ধি দেখেছে।美国东岸亦有学校参与,包括杭特学院(Hunter College)、纽约大学、纽约州立大学、新学院大学(The New School)内,都有许多学生在博客及社群网站上支持这项活动,纽约州去年秋天将学费调涨14%,Takethecity博客在简介中表示,他们已受够「行政人员理应服务人民,却与富人一同造成这场『危机』」,却要由一般人买单。
15টেইকদিসিটি নামের একটি ব্লগে কিছু ঘোষণা আছে, এই বলে যে ধনী ও আমলাদের দ্বারা তৈরী ‘দুর্ভোগ' এর জন্যে অনেক মূল্য দেয়া হয়েছে। অকুপাই বোস্টন লিখেছে যে মাসেচুসেটসে তাদের সরকারি শিক্ষাখাতের বাজেটে টাকা কমেছে, এবং প্রতি সেমিস্টারে ৪০০ মার্কিন ডলার বেতন বেড়েছে।Occupy Boston指出,麻州公立教育经费亦遭裁减,每学期学费提高约400美元,故于3月4日下午4点至7点举办座谈,讨论议题包括麻州公立教育经费、教育制度内的民主、麻州公立教育的普及性与费用合理与否。
16তারা একটি টিচ-ইন তৈরী করছে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যেখানে তারা কথা বলবে মাসেচুসেটসের সরকারি স্কুলের তহবিল নিয়ে, স্কুলের প্রজাতন্ত্র নিয়ে, এবং মাসেচুসেটসে স্কুলগুলোতে ভর্তি হবার এবং পড়ানোর খরচ জোগার করার সাধ্য এবং ক্ষমতা নিয়ে।
17৪ঠা মার্চ জাতীয় একশন টু ডিফেন্ড এডুকেশন এর কার্যক্রম শুরু হয় অক্টোবর ২৪, ২০০৯-এ অনুষ্ঠিত বের্কলি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিটিং থেকে যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংগঠন, ইউনিয়ন এবং যে কেউ যে শিক্ষার বেতন বৃদ্ধি বিষয়ক কথা বলতে চায় তাদের আমন্ত্রণ করা হয়েছিল।
18৮০০ জনের অধিক মানুষ এই মিটিং-এ যোগদান করেছিলো, তাদের প্রধান বিষয় ছিল বেতন বৃদ্ধি যেটা মধ্যবিত্ত শিক্ষার্থীদের ক্ষতি করবে তাদের বর্ণ অনুযায়ী। তারা তাদের সংহতি প্রকাশ করেছে এবং মিলিত হয়ে এই বেতন বৃদ্ধির বিপক্ষে, এবং গণতান্ত্রিক নিয়মে ৪ঠা মার্চকে প্রতিবাদের দিবস হিসেবে বেছে নিয়েছে।「三月四日国家捍卫教育行动日」源于加州大学柏克莱分校在2009年10月24日举办的会议,教师、学生、家长、相关组织、工会及一般民众均获邀参与,讨论公立教育成本增加问题,当时超过800人出席,主要关心调涨学费后,将会冲击劳工阶级家庭学生及有色人种族群,他们决定支持人民团结反对学费涨价,并透过民主程序将3月4日订为行动日。
19একমাস পরে, বের্কলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুইলার হল, প্রধান লেকচার হল, দখল করে তাদের সরকারি শিক্ষা বিনামূল্যে পাবার প্রতিশ্রুতি নিয়ে আসে।大约一个月后,加州大学柏克莱分校学生占领主要教学大楼Wheeler Hall,要求实施免费公立教育,OccupyEverything2009上传的YouTube影片全程记录学生活动经过。
20একটি ইউটিউব ভিডিও অকুপাইএভরিথিং২০০৯ দ্বারা আপলোড করাতে তাদের পুরো কার্যক্রম পরিদর্শন করে। অন্যান্য সংহতির প্রকাশের ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে ৪ঠা মার্চে ব্যানার টানানো হয়েছিল।其他方式包括在全国各大学校园张贴支持这场行动的标语,New School Reoccupied博客张贴许多照片,呈现加州各地民众张贴的海报上,声援这场学生运动。
21নিউ স্কুল রিঅকুপাইড ব্লগের একটি পোস্টে কিছু ব্যানারের ছবি ছাপানো হয়েছে যেগুলোতে ৪ঠা মার্চের ভাষা বোঝা যায়।校对:Soup