# | ben | zhs |
---|
1 | ভিডিও: আদিবাসী ভিডিও উৎসবে অন্তর্ভূক্তি শুরু | 影片:原住民电影节开放作品提交 |
2 | ২০১২ সালের শেষ ত্রৈমাসিকে কলম্বিয়াতে অনুষ্ঠিতব্য আদিবাসী জনগণের একাদশতম আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসব আদিবাসী এবং প্রথম মানুষ সমস্যা ও বিষয়ের উপর অডিওভিজুয়াল উপাদান অন্তর্ভূক্তির আহবান জানিয়েছে। | 第十一届国际原住民电影节(International Film and Video Festival of Indigenous Peoples)]即将于 2012 年的最后一季在哥伦比亚(Colombia)举行,公开本次主题为原住民和第一族群(first people)。 |
3 | পেরুর আদিবাসী সংস্কৃতি কেন্দ্র তাদের ব্লগের মাধ্যমে উৎসবটিকে এগিয়ে নিচ্ছে। | 秘鲁原住民文化中心(Center for Indigenous Cultures)目前透过其部落格来推广此电影节,以下为其简介: |
4 | তারা ঘটনাটির সারসংক্ষেপ করেছে এভাবে: কলম্বিয়া চলতি বছরের ২৩ থেকে ২৭শে সেপ্টেম্বর বোগোটাতে ০৩ থেকে ৬ই অক্টোবর মেডেলিনে অনুষ্ঠিতব্য আদিবাসী জনগণের একাদশতম আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবের পৃষ্ঠপোষকতা করবে। | 哥伦比亚将在今年举办第十一届国际原住民电影节,自 9 月 23 至 30 日 于波哥大(Bogota)举行,自 10 月 3 至 6 日于麦德林(Medellin)举行。 |
5 | “জীবনের জন্যে প্রতিরোধের ছবি” থিম সম্বলিত এই উৎসবটির একটি উদ্দেশ্য হলো আদিবাসী জনগণের বিলুপ্তি, সংরক্ষিত এবং তাদের প্রাকৃতিক পবিত্র এলাকার সীমানা লঙ্ঘনকে দৃশ্যমান এবং আদিবাসী জনগণের মানবিক সংকট বিশ্লেষণের একটি জায়গা তৈরী করা। | 电影节主题为「影像表现:生命的阻力」,目的在于透过影音媒材呈现原住民的没落、地域的侵占以及他们自然庄严的圣地,也作为分析原住民面临的人道主义危机的空间。 |
6 | উৎসবের জন্যে জমা দেয়া ভিডিও অথবা চলচ্চিত্রগুলো ২০১০ সালের ১লা জানুয়ারীর পরে তৈরী এবং পূর্বে কখনো আদিবাসী জনগণের আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবে অংশগ্রহণ করেনি এমন হতে হবে। | 提交至电影节的影片或电影需为 2010 年 1 月 1 日后制作,已参加过国际原住民电影节的作品不得参与。 |
7 | এগুলোকে শিশুশ্রম, বাস্তুবিদ্যা (প্রতিবেশ), শিক্ষা, ইতিহাস, আদিবাসী ঔষধ, আত্ম-পরিচয়, ভূমি এবং সংরক্ষিত এলাকা, রাজনৈতিক অংশগ্রহণ, আদিবাসী জনগণের অধিকার, নারী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গী ভিত্তিক হতে হবে এবং এগুলো অ্যানিমেশন, তথ্য-কাহিনী, তথ্যচিত্র, কথাসাহিত্য হতে পারে, এছাড়াও পরীক্ষামূলক ভিডিও, সঙ্গীত ভিডিও, ভিডিও শিল্প, বা টেলিভিশনের অনুষ্ঠান হতে পারবে। | 参赛者应该着重以下各主题:童工、生态、教育、历史、原住民医疗、身份认同、土地与地域、政治参与、原住民权利、女性、全球视野。 呈现方式可以是动画、纪录剧情片、纪录片、剧情片、实验片、影片、音乐剧、影像艺术、电视节目等。 |
8 | জমা দেয়ার সর্বশেষ সময়সীমা ২১শে মে, ২০১২ এবং জমাটি কোথায় পাঠাতে হবে এবং আবেদনপত্র পাওয়া যাবে সেটা তাদের পৃষ্ঠায় পাওয়া যাবে। | 提交截止日期为 2012 年 5 月 21 日,在其网页上提供邮件地址信息和申请表格。 |