# | ben | zhs |
---|
1 | এগারো বছর বয়সী চাইনিজ পরিবেশবাদী এবং সার্কিট বোর্ড রিসাইক্লিং | 十一岁的中国环保份子与电路板回收 |
2 | কর্পোরেট সামাজিক দায়িত্ব-কর্তব্যের দিকে দৃষ্টি নিবন্ধনকারী ব্লগ “ক্রসরোড” এ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এগারো বছর বয়সী এক পরিবেশবাদীকে নিয়ে প্রকাশিত একটা লেখা আমাদের মনোযোগ কেড়েছে। | 原文刊载于2008年4月21日 十字路口(Crossroads)博客关注中国的企业社会责任,上头的一篇文章吸引了我们,内容是有关一名中国西南方的十一岁环境份子。 |
3 | এই নবীন তারকা নদী দূষণের উৎস খুঁজে বের করার দায়িত্ব স্বপ্রনোদিতভাবে গ্রহণ করে রিপোর্টার ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। | 这位年轻人靠自己溯源而上寻找河川污染的源头,他的事迹获得记者以及官员注意。 |
4 | গত অক্টোবরে, জিয়ালিং নদীর তীরে বাবা-মায়ের সাথে খেলার সময় চেন পানিতে কিছু বর্জ খুঁজে পায়। | 去年十月,陈小弟跟着父母在嘉陵河岸玩,看见水中有废弃物。 |
5 | এটা কিভাবে এল সেটা খুঁজে বের করতে সে লেগে পড়ে। | 这激使他找出废弃物的源头。 |
6 | এরপর ছয় মাস ধরে ছুটিকালীন সময়ে অনুসন্ধান চালিয়ে চেন নদী দূষণের উপরে একটা নিবন্ধ লেখে এবং দূষণ থেকে বাঁচার কিছু উপায় প্রস্তাব করে। | 他利用空闲时间,六个月后他写了一篇河川污染的报导并且建议采取某些措施来清理。 |
7 | এগারো বছরের এই পরিবেশবাদী সম্বন্ধে রিচ অলসো রাইটস লিখেছেন: | Rich 也写了一篇关于这位十一岁的环境份子的文章,他说: |
8 | এটি আরেকটি দৃষ্টান্ত যার জন্যে আমি বলতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য চীনদেশ ক্রমান্বয়ে জাগ্রত হবে। | 这是另一个案例,让我认为中国最终会迈向清洁环境的路上。 |
9 | দূষণ অনুসন্ধান, গবেষণা পরিচালনা, সমাধান অন্বেষণ, স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগের জন্য প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীকে ব্যক্তিগত পর্যায়ে উদ্বুদ্ধ করতে হবে। | 个人或群体将会受到激励而在个人层次上展开污染调查、进行研究、发展出解决之道,并且对地方官员与企业施压。 |
10 | ইতোমধ্যে, চায়না এনভায়রনমেন্টাল নিউজ ডাইজেস্ট একটা আর্টিকেলে উল্লেখ করেছে যে ইলেকট্রনিক সার্কিট বোর্ডের অংশগুলো খুলে পৃথক করে পুন:ব্যবহার উপযোগী করা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। | 同时,中国环境新闻摘要发表了一篇报导,提到回收可能对环境有害,亦即拆解电路板的问题。 |
11 | রিপোর্টটিতে চীনের ইলেক্ট্রনিক্স রিসাইক্লিং এর উপর হংকং এর ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা বলা হয়েছে। | 该篇文章引述香港浸会大学针对中国电子废弃物回收的最新研究。 |
12 | উক্ত গবেষণা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটা শহরে পারিবারিক ভাবে পরিচালিত একটা রিসাইক্লিং ওয়ার্কশপে উচ্চমাত্রার ভয়াবহ ধাতু খুঁজে পায় এবং এই দূষণযুক্ত গুড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে আশেপাশে ছড়িয়ে দিচ্ছে। | 该研究发现中国东南方的家庭式回收工坊布满高浓度的危险金属,人们行走途中便散布了有毒尘土。 |