Sentence alignment for gv-ben-20100114-8714.xml (html) - gv-zhs-20100115-4477.xml (html)

#benzhs
1বলিভিয়া: বেনির গভর্নর পদের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন সুন্দরীর নাম ঘোষণা玻利维亚:前选美皇后参选州长
2অনেকে শুনেছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস দেশটির প্রাক্তন সুন্দরী ২৫ বছরের জেসিকা জর্ডানাকে, মুভমেন্ট টুয়ার্ডস সোসালিজম-এর (মাস) পক্ষ থেকে বেনি প্রদেশের নির্বাচনে গভর্নর বা প্রাদেশিক শাসক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারেন।
3বেনি এলাকার গভর্নর পদে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, এমন সংবাদ অনেকের কাছে ডে অফ দা ইনোসেন্টের (এপ্রিল ফুলের বলিভিয়ান সংস্করণ) ঠাট্টা বলে মনে হয়েছিল। যখন টেলিভিশনে এক সরাসরি সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করা হয়, টুইটারে তার দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।玻利维亚总统莫拉列斯(Evo Morales)将提名25岁的前玻利维亚选美小姐荞登(Jessica Jordan),代表执政党角逐Bení州州长宝座,但许多人听闻此事,却觉得这像是愚人节笑话,而提名案于现场直播的电视记者会正式公布后,民众在Twitter网站上的反应相当迅速,也产生连锁反应,等到热潮平息后,博客也开始对此事表达看法。
4একই সাথে এইসব প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া তৈরি হয়।荞登照片来自Hugo Miranda,经许可后使用
5বিষয়টি নির্ধারিত হবার পর, ব্লগারা এই বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করা শুরু করে। জেসিকা জর্ডানের ছবি।许多人在Twitter网站上的起初反应都不可置信,无法相信一位前选美皇后会获提名参选如此高位,Diego Arrázola(@darrazola)表示:
6এটি হিউগো মিরান্ডার সৌজন্যে পাওয়া এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।竟然不是要选议员,而是要选州长!
7টুইটারে শুরুর সব মতামতের ক্ষেত্রে এই সংবাদের উপর অবিশ্বাস রয়ে গিয়েছিল যে, প্রাক্তন সুন্দরী নির্বাচনে লড়াই করার জন্য মনোনীত হয়েছে, বিশেষ করে এত উঁচু এক পদের জন্য।
8ডিয়োগো আরাজোলা (@ডিআরাজোলা) লিখেছে:现在怎么了?
9সভার সদস্য পদের জন্য নয়, জেসিকা জর্ডানকে সরাসরি গভর্নর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে!
10এখানে হচ্ছেটা কি?还是愚人节吗?
11এখনো কি ডে অফ ইনোসেন্ট বা বোকা বানানোর দিনটি শেষ হয়ে যায়নি? মারিয়েলা কাস্ট্রিলো (@আরডিলা_ইলয়ুসা) লিখেছে:Mariela Castrillo(@ardilla_ilusa)写道:
12এটা কি আনন্দোচ্ছল জেসিকা জর্ডান…. বেনিতে কি আর কোন লোক ছিল না?荞登这件事真好笑…Bení州没有别人了吗?
13স্বপ্ন দেখে এমনকি আর কি কোন তরুণ বেনিতে ছিল না?没有怀抱梦想的年轻人吗?
14কি লজ্জা.. । অবিশ্বাসের এ রকম আরো অনেক বার্তা রয়েছে।真是丢脸…
15অনেকে এই বাস্তবতার কথা উল্লেখ করছে যে, জর্ডান এক সময় মিস বলিভিয়া বা বলিভিয়ার সুন্দরী প্রতিযোগিতা জিতেছে। তবে অন্যরা মনে করছে লোকজনের এভাবে প্রতিক্রিয়া জানানো ঠিক নয়।其他还有许多人无法相信此事,也都提到她曾是选美皇后,不过也有些人认为,民众不该出现如此反应,Patricia(@arquitecta)质疑:
16প্যাট্রিসিয়া@আরকিউটেকটা-এর প্রতিউত্তর করছে: আপনাদের সকলের কি হয়েছে?你们这些人怎么回事?
17আপনারা মনে করছেন, যখন দেখতে কুৎসিত কেউ ক্ষমতা গ্রহণ করে তখন ব্যাপারটি ঠিক আছে, কিন্তু যখন প্রার্থী সুন্দরী কেউ, তখনই আপনাদের যত অভিযোগ…. এটা কি এক পুরুষত্ব!丑人掌权就很正常,看到美丽候选人便满腹牢骚…根本是沙文主义!
18ব্লগ একোনোমিয়া পলিটিকা, ডেসডে এল লাডো গ্রাসিওসো [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জেইমে ডুরান যারা এই প্রার্থীর মনোনয়নের বিপক্ষে লিখেছে, তাদের সমালোচনা করেছেন:
19এরপর আসে তাদের কথা, যারা লিঙ্গীয় সমতার ক্ষেত্রে নিজেদের অবস্থানের কথা ভুলে যায়। যারা বলে যে, কোন সন্দেহ নেই মেয়েটি সুন্দরী, কিন্তু এটা অস্বাভাবিক, সে তার মাথা চুলের যত্ন নেওয়া ছাড়া অন্য কোথাও খাটানোর যোগ্য নয়।Jaime Durán在Economía Política, Desde el Lado Gracioso博客上,批评那些已反对荞登参选的人士:
20যতদুর পর্যন্ত দেখা গেছে, বেনির এর আগের প্রশাসকদের যা গুণাবলী ছিল, তাতে আমি সন্দেহ করি যে, সে পদে কেউ সুন্দরী জেসিকা জর্ডানের সমালোচনা করতে পারবে। আমি নিশ্চিত, এই বিষয়ে সে তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করে প্রমাণ করবে যে, সে বেনিকে নিয়ন্ত্রণ করতে পারে।有些人忘记自己对于性别平等的看法,认为这个女孩当然很漂亮,但脑袋却无法负荷整理头发以外的大小事,若回顾当地历任州长的质素,我觉得大概没有人能再批评荞登,我相信她会展现处理问题的才能,我也一直认为才貌与智慧是可以兼备的。
21যদিও আমি সবসময় ভেবেছি, সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা আদৌ একসাথে চলতে পারে না।对于这项提名案,许多人的疑问是:「执政党在打什么算盘?」
22এই ঘটনার ফলে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে তা হল,“মাস-নামক দলটির ক্ষেত্রে এই মনোনয়নের প্রভাব কি হতে পারে”। বেনি বলিভিয়ার পূর্বের এক ডিপার্টমেন্ট (একটি বড় অঞ্চল)।Bení州位于玻利维亚东北部,长期由在野党掌控,如今候选人不仅具全国知名度,也不是党员或活跃于政党,似乎已成功吸引全国目光,或许也可能扭转当地局势,Hugo Miranda在Angel Caido博客认为:
23ঐতিহ্যগতভাবে এই এলাকাটি বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সারা দেশে জাতীয় ভাবে পরিচিত এক চরিত্রকে এখন সেখানকার নির্বাচনে দাঁড় করানো হয়েছে।此事值得注意,执政党显然在弱势地区推出知名人士参选,希望能获得州长及市长宝座,藉以完全掌控玻利维亚全国。
24সে দলের এক সদস্য নয়। রাজনীতিতেও জর্ডান তেমন সক্রিয় নয়।有些人也许认为,荞登受到总统莫拉列斯利用。
25তারপরেও মনে হচ্ছে সে পুরো দেশের মনোযোগ আকর্ষণ করছে এবং হয়তো এটি দেশের সেই অংশের রাজনীতির পাশা পাল্টে দিতে পারে।
26হিউগো মিরান্ডা অফ এঞ্জেল কাইডো [স্প্যানিশ ভাষায়] তার চিন্তা এখানে যোগ করেছেন:
27হয়তো বা কোন এক পর্যায় পর্যন্ত, সকল দিক দিয়ে শক্তিশালী ইভো মোরালেস জেসিকাকে ব্যবহার করতে পারবে।
28তবে এ ব্যাপারে সন্দেহ থেকেই যায় এবং আমি মনে করি এসব জেসিকার অর্জন, কারণ সে বলিভিয়াকে খুব ভালবাসে।
29মনে হচ্ছে এই কৌশল কাজ করছে। যেমন কিছু ব্লগার, যারা রাজনৈতিক কোন দলের নয় অথবা যারা মাস বিরোধী, তারাও জর্ডানকে সমর্থন করছে।人们还是会怀疑,但我认为荞登是很适合的人选,因为她非常热爱玻利维亚。
30অনেকে এটা পরিষ্কার করছে যে তাদের সমর্থন প্রার্থীর প্রতি, দলের প্রতি নয়। এমনকি যারা ভোট দেবার যোগ্যতা অর্জন করেনি, তারাও এই প্রার্থীকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেছে।这项提名策略似乎发挥效果,因为有些博客过去对政治冷漠或反对执政党,现在都开始为荞登助选,不过也有些人强调,他们只是支持这位候选人,不是这个政党;还有些非当地选民也希望协助荞登参选,这项策略最后能否成功,当然还得等到4月4日的选举结果才知道。
31এই কৌশল চূড়ান্তভাবে কাজ করবে কিনা তা দেখার জন্য ৪ এপ্রিল, ২০১০ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সে দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।Miranda向来并未支持执政党,不过他表示将会支持荞登,甚至在网站上免费刊登她的竞选广告。
32মিরান্ডা যিনি মাস দলের সমর্থক নন, তিনি লিখেছেন, ওই দলের একজনকে তিনি কিছুদুর পর্যন্ত সমর্থন করবেন।
33তার নাম জর্ডান।Durán则表示:
34এ কারণে তিনি তার ব্লগে বিনে পয়সায় বিজ্ঞাপন যুক্ত করেছেন। ডুরান উপসংহার টেনেছেন:我想在四月份的选举中,Bení州的选情将最有意思,我也在这个博客宣布,我愿意前往美丽的Bení州助选。
35আমি মনে করি বেনির নির্বাচন এপ্রিলের সবচেয়ে কৌতূহলজনক নির্বাচন হবে।校对:Soup
36এছাড়াও এই স্থাপনা (তার ব্লগ প্লাটফর্ম) থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমি সুন্দর এক (বেনি) এলাকায় ভ্রমণ করব, তার প্রচারণায় সাহায্য করার জন্য।