# | ben | zhs |
---|
1 | চিলি: আসন্ন বিক্ষোভ-বিরোধী আইন নিয়ে উদ্বেগ | 智利:步步進逼的反抗争法引发关切 智利内政部长罗德里戈. |
2 | চিলির স্বরাষ্ট্র মন্ত্রী রডরিগো ইঞ্জপিটার কংগ্রেসকে বিক্ষোভকারীদের জন্যে একটি কঠোরতর শাস্তির বিধান অনুমোদনের আহবান জানালে দেশটিতে এক বছর আগে শুরু হওয়া বিতর্কটি নতুন করে সৃষ্টি হয়েছে। | 因兹彼得(Rodrigo Hinzpeter),呼吁智利国会通过对抗争者处以较严厉处罚的法案。 这个举动,重启智利始于一年前的争议。 |
3 | ২৮শে জুন, ২০১১ তারিখে সান্তিয়াগোর শহরতলীতে ছাত্রদের একটি বিক্ষোভ ক্যারাবিনেরোস (চিলির জাতীয় পুলিশ) এবং ছাত্রদের মধ্যে সংঘটিত সহিংস সংঘাতে পর্যবসিত হলে প্রথমে আইনটির খসড়া করা হয়েছিল। | 這條法律最初起草于2011年6月28日穿越圣地牙哥市中心的学生游行示威运动之后。 这场抗争,最后以Carabineros(智利国家警察)与学生之间发生暴力冲突作收。 |
4 | সম্প্রতি বিনামূল্যে শিক্ষার দাবিতে ছাত্রদের আরেকটি মিছিল সংঘটিত হয়। | 最近智利发起了另一场要求免费义务教育的学生游行。 |
5 | বিক্ষোভ মিছিলটির পরে রডরিগো ইঞ্জপিটার ২০১১ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো আইনটি পর্যালোচনা এবং অনুমোদনের জন্যে চিলির কংগ্রেসকে আহবান জানিয়েছেন। | 在这场抗争之后,罗德里戈. 因兹彼得呼吁智利国会,重新审查并通过总统府办公室2011年10月送交至国会的系争法律。 |
6 | “লেগে থাকো বাছারা! | “大家撑住! |
7 | আমরা তোমাদের সঙ্গে আছি। | 我们与你们同在。 |
8 | আশা ছাড়িনি! | 不放弃希望! |
9 | (শিক্ষা বেচে) আর কোন মুনাফা নয়” ছবি, ফ্লিকার ব্যবহারকারী পেরিওডিসিও এল সিউদাদানো (সিসি-বাই-এনসি-এসএ ২. | 利益不再”照片来自Flickr用户 Periodico El Ciudadano(根据创用CC BY-NC-SA 2.0授权)。 |
10 | ০) গ্লোবাল ভয়েসেসের আগেকার প্রতিবেদন অনুসারে বিধানটি প্রথমে “দখল-বিরোধী আইন” হিসেবে পরিচিত কারণ এর একটি ধারায় সরকারী বা বেসরকারী ভবনের দখল রোধ করতে চাওয়া হয়েছিলো। | 正如先前全球之声所报导的,由于该法律中有一节,试图要防止占领公有或私有建筑物,而在一开始便被视为是“反占领运动法(the anti-occupation law)”。 |
11 | তখন থেকে আইনটি কংগ্রেসে ভো্টের অপেক্ষায় রয়েছে। | 在那之后,该法案就一直等待国会进行表决。 |
12 | ইঞ্জপিটার তার বিবৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়]: “অযৌক্তিকভাবে বাক এবং মত প্রকাশের স্বাধীনতার বৈধ অধিকারের সদ্ব্যবহার করা জনগণকে সত্যিকারভাবে শাস্তি প্রদানে সক্ষম বিধান তৈরী করার জন্যে আইনটির পক্ষে ভোট দেওয়া সবচেয়ে ভাল।” | 因兹彼得在他的发言中说[西],“最好的状况就是投票支持该法律,以便能创造出真正有办法惩罚那些在无任何正当理由之下,利用法定言论及表达自由权,犯下破坏公物之人的法律。” |
13 | চিলির টুইটার ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে বিভক্ত। | 智利的Twitter用户对此议题有不同的看法。 |
14 | উদাহরণস্বরূপ, টুইটার ব্যবহারকারী @লা_আনেমিয়া [স্প্যানিশ ভাষায়] আইনটি নিয়ে কংগ্রেসকে ভোট দিতে চাপা সৃষ্টি করা রডরিগো উবিলা সহকারী স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একমত: | 譬如,Twitter用户@La_Anemia[西],就与催促国会对该法进行表决的智利内政部次长Rodrigo Ubilla意见一致: |
15 | সরকারী সচিব উবিলা একেবারে ঠিক (বলেছেন)… ইঞ্জপিটার আইনটি সম্পর্কে কংগ্রেসের কিছু বলার এখনি সময় | 内政部次长Ubilla完全正确……国会是时候对这份〈因兹彼得法〉做些表示 |
16 | আন্দ্রেয়া মন্তেসিনোস (@লাগ্রানমান্তিস) [স্প্যানিশ ভাষায়] আইনটির প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন, যেমন করেছেন হাভিয়েরা কোর্দাস ( হাভিয়েরাকোর্দাস) [স্প্যানিশ ভাষায়]: | Andrea Montecinos(@LaGranMantis)[西]表示她支持该法律,Javiera Cordas(JavieraCordas)也是如此[西]: |
17 | ১,২০,০০০ জন ছাত্র শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, কিন্তু শহরতলী ধ্বংস করার জন্যে তাদের ১% যথেষ্ট হতে। | 十二万名学生能平和地游行,但这之中的百分之一就足以毁掉市中心。 |
18 | দুঃখিত, আমাদের (নিরাপত্তার জন্যে) ইঞ্জপিটার আইন দরকার। | 很抱歉,但我们需要〈因兹彼得法〉。 |
19 | মারিয়া ক্যারোলিনা ইনোস্ত্রোযার (@মা৬ষ্ঠকারোলিনা) মতো অন্যান্যরা [স্প্যানিশ ভাষায়] আরেকটু নিরপেক্ষ এবং আইনটিকে সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সরকারের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করেন: | 其他人,像是María Carolina Inostroza(@MaCarolinaIV)[西],就比较中立一点,他们认为,这份法案正是政府对那些与警方发生冲突的暴力抗争者的回应。 |
20 | বর্তমানে সরকার ইঞ্জপিটার আইনটি অনুমোদনের অনুরোধ করছে; মিছিলগুলোকে নষ্ট করা কতগুলো দুষ্ট লোকের কারণে (এই) নিপীড়ন। | 政府现在要求通过这份〈因兹彼得法〉;因为那些破坏游行的混蛋而导致的压制行为。 |
21 | এক বছরেরও আগে থেকে বিনামূল্যে শিক্ষার জন্যে বিক্ষোভগুলো চলতে থাকার কারণে ছাত্র নেতারা বারবার বলেছেন যে পুলিশের ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তারা প্রায়ই মিছিলগুলোতে অনুপ্রবেশ করে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা উস্কে দিয়েছে [ভিডিও]। | 学生领袖在一年多前要求免费义务教育的抗争后,便多次声明,在一些案子里,警方常藉由便衣警察渗入游行的方式煽动暴力事件[影片]。 这样的争议,再次被提出来回应〈因兹彼得法〉。 |
22 | ইঞ্জপিটার আইনের প্রতিক্রিয়া হিসেবে আবার এই বিষয়টির আবির্ভাব ঘটেছে, মার্চার এক্স দিগনিদাদের (@মোরোচাপাতেতিকা) [স্প্যানিশ ভাষায়] একটি টুইট যেমন দেখিয়েছে: | 如同Marchar x Dignidad(@morochapatetica)的推特: 现在很明显了,昨天的不明抗争者就是乔装过的卧底人员。 |
23 | এখন এটা পরিষ্কার যে কালকের ছদ্মবেশী বিক্ষোভকারীরা ছিল অনুপ্রবেশকারী। | 对Ubilla来说,他们很有用。 |
24 | তারা উবিলা দরকারী লোক যাতে তিনি বলতে পারেন আলামেদা'র (সান্তিয়াগোর বৃহত্তম এভিনিউ) মধ্য দিয়ে আর (মিছিল) নয় এবং দ্রুত ইঞ্জপিটার আইন অনুমোদন করা হোক | 这样Ubilla就可以说再也不准游行经过阿拉米达大道(注:Alameda,圣地牙哥最大条的街道),并且说让我们迅速通过〈因兹彼得法〉吧 |
25 | এছাড়াও ব্যাপক সংখ্যক জনগণ আইনটির সঙ্গে একমত নন। | 有许多人也不同意这部法律。 |
26 | তারা টুইটারে হ্যাশট্যাগ #নোআলালেইঞ্জপিটার (“ইঞ্জপিটার আইন নয়) ব্যবহার করে। | 在Twitter上,他们使用#NoaLaLeyHinzpeter(“向〈因兹彼得法〉说不”)这样的标签。 |
27 | এরকম একজন ইভোনে মন্তেরো (@ইভিচিকিতুরি) [স্প্যানিশ ভাষায়] বলেছেন: | 其中一个人便是Ivonne Montero(@ivichikiturry)[西],他说: |
28 | #নোআলালেইঞ্জপিটার এটি অপরাধ সংঘটিত আগেই অপরাধী করে দেয়….. | #NoaLaLeyHinzpeter 这部法律在犯罪之前就先宣告有罪…… |
29 | এমটিভি চিলির একজন প্রাক্তন ভিজে উরসুলা এঘেরসের একটি কথোপকথনে আইনটি নিয়ে সেই ধরনের একটি আলোচনা এবং বিভক্তি দেখা যায়। | 智利MTV台的前录音节目主持人Urusla Eggers的一段对话,显示了这种对于该法律的争论与分歧。 |
30 | তিনি টুইট করেছেন (@ উরসুলা_এঘেরস): | 他推特道(@ursula_eggers): |
31 | @উরসুলা_এঘেরস: #কোন ইঞ্জপিটার আইন নয় এটি প্রকাশের স্বাধীনতার অধিকারের জন্যে ক্ষতিকর | @ursula_eggers:#NoaLaLeyHinzpeter 这伤害到言论自由。 |
32 | । অপরাধ সংঘটিত আগেই অপরাধী করে দেয় | 在犯罪之前就先宣告有罪。 |
33 | । স্বৈরশাসনের সময়ের চেয়েও নিকৃষ্ট | 比独裁时期还糟。 |
34 | । #ইন্যাসিওনাল @এউঘেফরেস্তাই: @উরসুলা _এঘেরস @ইজকিয়ের্দা _তুই আর আমার নিরাপত্তার অধিকারের কী হবে? | @eugeforestal:@ursula_eggers @Izquierda_Tuit 那我追求安全的权利呢? |
35 | ডাকাতির জন্যে কে জবাব দিবে? | 谁能替抢案来回答? |
36 | এখনি ইঞ্জপিটার আইন!!! | 现在就要〈因兹彼得法〉!!! |
37 | @উরসুলা_এঘেরস: @এউঘেফরেস্তাই @ইজকিয়ের্দা _তুই আইন নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। | @ursula_eggers:@eugeforestal @Izquierda_Tuit 这份法律并不保证安全。 |
38 | এটা নিশ্চয়তা দেয় অত্যধিক শাস্তির। | 它只会保证有过重的惩罚。 |
39 | অপরাধ প্রতিরোধে আরো গভীর সংস্কার প্রয়োজন। | 避免犯罪需要更深沈的改革。 |
40 | ব্যাপকভাবে ভাগাভাগি করা উপাদানের একটি হলো আইনের ছাত্র সেবাস্তিয়ান আয়লুইন [স্প্যানিশ ভাষায়]-এর প্রেজি উপস্থাপনা [স্প্যানিশ ভাষায়] যাতে আইনটির ফলে কী কী হতে পারে সেই সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। | 相关资料被广泛分享,其中包括由法律系学生Sebastian Aylwin[西]所制作的Prezi简报[西]。 |
41 | আয়লুইনের মতে অন্যান্য বিষয়ের মধ্যে সরকারী ও বেসরকারী ভবন দখল বা ট্রাফিক বা মৌলিক পরিষেবা বিঘ্নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ৫৪১দিন থেকে ৩বছর কারাদণ্ডের সুপারিশ করেছে। | 这份简报解释更多该法律的相关细节。 根据Aylwin的说法,这部法律对犯下占领公共、私人建筑或阻碍交通或基本服务设施的个人,处以541天至三年的刑期。 |
42 | অন্য যে লিংকটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটা হলো ১৮ই জুন, ২০১২ তারিখে রডরিগো ফার্ণান্দেজের ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি যাতে প্রথমে রাষ্ট্রপতি পিনেরা এবং মন্ত্রী রডরিগো ইঞ্জপিটার মজা করার পর আইনটির অন্য আরেকটি দিক নিয়ে আলোচনা করে যা গণবিক্ষোভগুলোকে অপরাধে পরিণত করে ফেলতে পারে। | 另外一条被到处转发的连结,是Rodrigo Fernandez在2012年6月18日上传到Youtube的影片。 影片一开始是嘲笑智利总统皮涅拉及内政部长因兹彼得,但之后便开始讨论将公开抗争入罪化的不同法律层面。 |
43 | ঘটনাক্রমে দি ক্লিনিকের রিপোর্ট করা [স্প্যানিশ ভাষায়], আইনটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি ৬ই জুলাই, ২০১২ তারিখেই নির্ধারিত হয়। | 讽刺的是,正如The Clinic所报导的,抗议系争法律的游行定于2012年7月6日举行。 |