# | ben | zhs |
---|
1 | কিউবা: পাঁচ লক্ষ কর্মসংস্থান হ্রাস পাচ্ছে | 古巴:削减50万个工作 |
2 | কিউবার অর্থনৈতিক সমাজতন্ত্র যে আজ অচল, ফিদেল কাস্ত্রোর এই স্বীকারোক্তির (এবং পরবর্তী সংশোধনের) পরেই সরকার ঘোষণা করেছে[স্প্যানিশ ভাষায়] যে দ্বীপটির অর্থনীতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে তাঁরা বিপুল পরিমাণ সরকারী কর্মী ছাঁটাই করবেন। | 紧接着菲德尔. 卡斯楚承认(与随后撤回)古巴的经济模型不再运作的事实,为了使该岛屿艰难的经济获得一丝喘息的机会,该国政府已经宣布[西语]打算大规模削减国家机关的工作。 |
3 | দ্য কিউবান ট্রায়াঙ্গল সংবাদটি সম্পর্কে বলেছে: শিরোনামটি খুবই সাদামাটা: ‘কিউবার শ্রমিকদের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের ঘোষণা' | 古巴三角形 (The Cuban Triangle)谈论这个新闻: |
4 | আসল সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ: আগামী মে মাসের মধ্যে ৫০০,০০০ কর্মী ছাঁটাই, ‘পাশাপাশি বেসরকারী ক্ষেত্রের বৃদ্ধি'। | 这个头条是枯燥乏味的:“古巴中央总工会宣布”。 |
5 | উদ্যোগটি পুরোপুরি কার্যকর হলে, কিউবার বেসরকারী ক্ষেত্রের বিস্তার হাজার হাজার কিউবান পরিবারকে সাহায্য করবে এবং কিউবান আমেরিকানদের কিউবায় তাদের আত্মীয়দের অর্থ প্রেরণ করে সাহায্য করার সুযোগ করে দেবে। | 但这条新闻是重大的:明年五月政府将解雇五十万人,但“非国营部门将同步增加五十万工作机会”。 |
6 | এল ক্যাফে কিউবানো সামান্য নিরাশ: | 如果这真的落实,一个古巴民营部门的大幅扩张将让成千上万的古巴家庭获益,且古巴裔美国人将有机会经由海外汇款帮助其在古巴自主工作的亲人。 |
7 | সাম্যবাদী কিউবা ঘোষণা করেছে যে তারা দশ লক্ষ সরকারী চাকরী কমাবে এবং তদনুসারে ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ বাড়াবে। | 古巴的咖啡(El Cafe Cubano)是比较嘲讽的: |
8 | আমার অনুমান কিউবান একনায়কত্বের সম্পূর্ণ অযোগ্যতা এর কারণ নয় তো? | 古巴共产党声称要削减一百万个公务员岗位,而且“据称”会鼓励小企业。 |
9 | শীঘ্রই জানা যাবে যে আসল দোষ হল ঐ নির্বাসন বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার। | 我怀疑这与古巴独裁政府的“完全无能”有关? |
10 | শুধু ভাবছি যে ঐ কর্মী ছাঁটাই এর মধ্যে এগুলি থাকলে কি হবে: | 很快我们将会听见有人说这都是那些讨厌的流亡者或是禁运令的错。 |
11 | - রাজনৈতিক বন্দীদের যেসব কারাগারে রাখা হয়েছে, সেখানকার প্রহরীরা। - কাস্ত্রো বংশের ভরণ-পোষণ? | 这些被削减的岗位是: -扣留政治犯的监狱守卫? -卡斯特罗党羽的薪水?( |
12 | (এখানে লক্ষাধিক অর্থ বাঁচানো যাবে!) | 这可以省下数百万!) |
13 | হাভানা টাইমস কিউবান শ্রমিক সংগঠন (সিটিসি)-কে উদ্ধৃত করেছেন, যা এই উদ্যোগকে বর্ণনা করেছে এই বলে-“কিউবান অর্থনীতির ‘আধুনিকীকরণের' পরিকল্পনা এবং ২০১১-২০১৫ সময়কালের জন্য অর্থনৈতিক ব্যাবস্থা”, এবং আরো বলেছে: যখন সরকার নিয়ন্ত্রিত কিউবান সংবাদমাধ্যম পুঁজিতান্ত্রিক দেশগুলিতে কর্মী ছাঁটাই এর প্রতিবেদন করে, নিয়মিতভাবে সেগুলি বিবৃত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভের উদ্দেশ্যে অমানবিক পদক্ষেপ হিসাবে এবং সমাজব্যবস্থার পক্ষে সমস্ত কর্মীদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে অক্ষমতা হিসাবে। | 哈瓦那时代(Havana Times)引述古巴工人联合会Cuban Workers Federation (CTC)的描述指出,该行动像一个计划,目的是“‘更新'古巴经济模型和2011-2015年期间经济计划”: |
14 | এদিকে, স্থানীয় সংবাদপত্রে এই বিশাল কর্মী ছাঁটাই কে উপস্থাপন করার সময়, এটিকে উদ্বৃত্ত কর্মী সংখ্যার বোঝা সম্পন্ন দেশের বৃহৎ সরকারী ক্ষেত্রের পক্ষে ইতিবাচক দিক হিসাবে দেখানো হয়েছে। | 受政府控制的古巴媒体在报导资本主义国家的裁员时,通常将其描述为一种毫无人性的行径,一切只为企业获益,同时证明这个系统不能保证劳工有工作。 |
15 | যারা এতে আগ্রহী হবেন না, তাদের স্ব নিযুক্তি বা সমবায়ের মত কোন বেসরকারী উদ্যোগে যোগদান করার ক্ষমতা থাকবে। | 现在,古巴当地媒体报导此一大量裁员计划,却是将裁员描述为对国家的社会主义体系具有正面助益,因为这个系统无法继续负担巨大政府部门中过剩的工人。 |
16 | স্ব নিযুক্তি এবং সমবায় সমিতি কিভাবে পরিচালিত হবে, তা এখনো ঘোষিত হয়নি। | 不感兴趣的人可以选择自雇或参加其他私人计划如社区合作社。 关于政府会如何开放自雇或成立合作社等细节尚未公布。 |
17 | এল ইউমা অনুমান করছে যে এই উদ্যোগ ঘোষণা করতে পারে -কিউবায় স্বাধীন ব্যবসার প্রত্যাবর্তন, এবং দ্য কিউবান ট্রায়াঙ্গল, পরবর্তী পোস্ট-এ কিছু তীক্ষ্ণ পর্যবেক্ষন তালিকাভুক্ত করেছে: | El Yuma 推测这个手段会否预示自雇者将重新出现在古巴,而古巴三角形(The Cuban Triangle)在下一篇文章中,提出了尖锐的评论: |
18 | - পাঁচ লক্ষের অঙ্কটি আশঙ্কাজনক - এটি পাঁচ লক্ষ কিউবান কর্মী গোলাপী কাগজের টুকরো নিয়ে বাড়ী ফিরছে, এই স্মৃতি চিত্র মানসপটে আনয়ন করে, এবং আকস্মিকভাবে অর্থনীতিকে পাঁচ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। | -50万的数量是令人担忧的-让人想像50万古巴工人带着解雇通知回家的画面,不知道他们隔天早上要去哪里? |
19 | - স্ব নিযুক্তি বা স্বনিয়োজিত কর্মসংস্থান হল নতুন চাকরীর আর একটি উৎস। | 而且这个经济结构突然需要创造50万个新的工作。 |
20 | অনেকেই লাইসেন্স পাওয়ার এই ক্ষমতাকে সাদরে গ্রহণ করবেন, যাতে অন্যের ছায়ায় কাজ করা বন্ধ হয়। | -自雇,或是trabajo por cuenta propia,是就业的另一来源。 |
21 | হাজার হাজার কিউবান এই শ্রেণীর অন্তর্ভুক্ত… | 许多人当然会很开心接受能够得到执照,这样他们就可以不再偷偷摸摸地工作。 |
22 | - কিউবানরা অনেকদিন থেকেই শহরগুলোতে ক্ষুদ্র সরকারী শিল্পোদ্যোগ গুলিকে সমবায়ে পরিণত করতে সরকারের কাছে আর্জি জানাচ্ছেন; সমবায় এক ধরণের সম্পত্তি, যা কিউবা বহু বছর ধরেই গ্রামেগঞ্জে চালানোর অনুমতি দিয়েছে। | 有数以千计的古巴人属于这个类别…… -古巴人呼吁政府将城市里的小型国营企业转变为合作社很久了;毕竟古巴已经允许合作社在乡下运营多年。 |
23 | ব্যাপারটা দেখতে আকর্ষণীয় হবে। | 这将值得关注。 |
24 | রূপান্তর সহজেই হবে, কিন্তু মুনাফা অর্জন কর্মী বৃন্দ এবং যে নিয়মকানুনের মধ্যে তারা কাজ করবেন, তার উপর নির্ভর করবে। | 纸上谈兵总是容易的,但是其效益将决定于工人及工作规定。 |
25 | - শেষ যখন কিউবার স্বনিযুক্ত কর্মীদের অবস্থা পরিদর্শন করেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম যে, যাদের ব্যবসা পেসোর মাধ্যমে পরিচালিত হয়, তারা গড় সরকারী বেতনের চেয়ে তিনগুনেরও বেশী উপার্জন করেন। | -上次我调查了古巴的cuentapropistas,我发现那些以披索(pesos)经营的企业获利超过国营薪资的平均三倍以上。 再次证明,规则很重要…… |
26 | এবং অবশ্যই, আইনকানুন খুবই গুরুত্বপূর্ণ হবে… | 哈瓦那时代Havana Times 下了结论: |
27 | হাভানা টাইমস পরিস্থিতির সম্যক পর্যালোচনা করে শেষ করেছে: | 工作岗位即将减少已经在古巴引起关注,然而由于新税收制度和新系统运作方式的保证尚未公开,舆论也对私营企业扩张有各种预期、期待和问题。 |
28 | | 于此文章中使用的小图” 把你的钱放在桌上(put your money on the table…)”由jon smith ‘una nos lucror'所摄,以创用CC-非商业性使用-相同方式分享2. |
29 | যদিও আসন্ন কর্মী ছাঁটাই কিউবাতে কিছু উদ্বেগ সৃষ্টি করেছে, উঠে এসেছে নতুন সম্ভাবনা, আশা এবং বেসরকারী শিল্পোদ্যোগের বিস্তার সম্পর্কীত প্রশ্নও, কারণ নতুন করব্যবস্থা এবং নতুন পদ্ধতির নীতি-নিয়ম সম্পর্কে কোন প্রতিশ্রুতি এখনো প্রকাশিত হয়নি। | 0通用版释出使用。jon smith ‘una nos lucror'的flickr相簿 校对:Portnoy |