Sentence alignment for gv-ben-20100111-8581.xml (html) - gv-zhs-20100125-4552.xml (html)

#benzhs
1কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে
2২০০৯ সালের শেষের দিকে কলম্বিয়ায় এক কৌতূহলজনক উদ্যোগ শুরু হয়।哥伦比亚:博客每日一影片运动
3ভিডিও ব্লগার জুয়ান ফাল্লা উক্ত ভিডিও ব্লগার সম্প্রদায়ের সদস্যদের কাছে প্রস্তাব করে যে, তারা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে।
4এই চিন্তা নিয়ে একটি গুগল গ্রুপ ভ্লগোলম্বিয়ার/কলম্বিয়ার ভিডিও নির্মাতা [স্প্যানিশ ভাষায়]-দের সংগঠনের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করে।
5এখন অনেকে এই প্রকল্পে যোগদান করেছে এবং এই প্রক্রিয়াকে জীবন দান করেছে। অসিও টিভি [স্প্যানিশ ভাষায়] নামক ডিজিটাল পত্রিকা ভিডিও ব্লগের মাধ্যমে সবাইকে প্রশিক্ষণ দেবার কাজে নিয়োজিত।2009年末,哥伦比亚出现一件很有意思的计划,影音博客Juan Falla提议社群成员在2010年每日拍摄一段影片,这个想法透过Google群组「Vlogolombia / Video Creators of Colombia」散播出去,很快便有人回应,目前已有许多人加入这项计划。
6বছরের প্রথম দিনেই তারা এই প্রক্রিয়া সম্বন্ধে লোখে:OccioTV这份数位杂志以影音博客提供各项训练,其中提到一年初始的过程:
7বেশ কয়েকজন কলম্বিয়ান ভ্লগার (ভিডিও ব্লগার) এই উদ্যোগে অংশ নিয়েছে। তারা ২০১০ সালের শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে।哥伦比亚影音博客参与这项计划,至2010年底每天拍摄一段影片,届时一整年就会有365段影片,计划始于@juanfallaesp,后来@alejandroangel、@albornoz、@fabricadecosas、@cafeycassette陆续加入,另外包括@ErikaPao及@Luisasantiaga两位女性,在本文完成之时,不知道是否还有其他人参与。
8অন্যভাবে বলা যায় তারা বছরের ৩৬৫ দিনই ভিডিও পোস্ট করবে।
9এবং এই কাজটি শুরু করেছে @জুয়ানফাল্লাএস্প। তার সাথে যোগ দিয়েছ @আলেকজান্দ্রোএঞ্জেল, @আলব্রোঞ্জ, @ফেব্রিকাডেকোসাস,@ক্যাফেক্যাসেট্টে।这项计划后来发挥影响力,例如Ana Valleja原本没有参加,也在Twitter上表示想加入,她上传第一段影片题为「华氏451度旅行」,在其中朗读一段布雷柏利(Ray Bradbury)的作品。
10এদের মধ্যে দুজন মহিলা ভ্লগারও রয়েছে।她也写下有关这段影片的字句:
11তারা হলেন @এরিকাপাও এবং @লুইসাসান্তিয়াগা এবং বছরের এ সময়ে যখন বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়ে চলেছে তখন আমরা আর বলতে পারছি না যে যে এদের সাথে আর কে কে যোগ দিয়েছে…. এই উদ্যোগ এনা ভালেজার উপর এক প্রভাব বিস্তার করেছে।有时人们安坐在椅子上,只要有书在手,也能够旅行,听起来虽然老套,但当心中有本书,在工作后阅读是最好的旅行,当舌尖 上、脑神 经里浮现故事,电影和传言也会在心中略过,《华氏451度》,在不太需要想像的世界里旅行,在本书中,书籍实在太危险,消防队的工作不是打火,而是焚书, 保护现代人不会因为这些故事里危险、美好或翻天覆地的想法,将他们送往另一个可能的世界。
12সে প্রথমে এই প্রকল্পের সাথে যুক্ত ছিল না। সে এখন টুইটারে ব্যাখ্যা দিচ্ছে, কেন সে এই কাজে অংশ নিতে চায়।哥伦比亚现已正式成立影音博客一日一影片的计划,参与者与支持者都不断在过程中提供想法,Alejandro Angel建议参与者与支持者应使用#vlog365这个标签。
13সে এখন তার প্রথম ভিডিও উঠিয়ে দিয়েছে।问题是,2010年真的会成为哥伦比亚影音博客年吗?
14এর নাম ৪৫১ ডিগ্রি ফারেনহাইট নামক কাহিনীতে ভ্রমণ করা।
15এখানে তিনি রে ব্রাডবেরি নামক আমেরিকান কল্পকাহিনী লেখকের গল্পের এক অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছেন।
16সে তার ব্লগে এই ভিডিও সম্বন্ধে কয়েকটি শব্দ যোগ করেছেন: অনেক সময় কেউ একজন একটি চেয়ারে বসেই হাতে বই নিয়ে ভ্রমণ করতে পারে।Mauricio Gonzalez(@mauricioweb)等Twitter用户都在鼓励大家:
17অনেকের ক্ষেত্রে এটি বহু ব্যবহারে জীর্ণ হয়ে যাওয়া বিষয়, তবে মাথার ভেতরে একটা বই রেখে দেওয়া, শব্দের পরে শব্দ রেখে দেওয়া, সবচেয়ে সেরা যাত্রা, চলচ্চিত্র, গুজব এসব বিষয়, যা মনের ভেতরে চলাচল করে, যখন আমার জিহ্বার ডগায় গল্প চলে আসে, আমরা মস্তিষ্কের স্নায়ুকোষে।
18ফারেনহাইট ৪৫১ ততটা কল্পনার জগতের যাত্রা নয়। সেখানে বইয়েরা অনেক বেশি বিপজ্জনক।支持@Luisasantiaga、@ErikaPao、@alejandroangel等人,人们必须要既勇敢又热情,才能在一年内拍摄365段影片。
19সেখানে অগ্নিনির্বাপক কর্মীরা, আগুন নেভানোর পরিবর্তে বইপত্র জ্বালিয়ে দেয়।
20তারা আধুনিক মানুষদের বইয়ের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজ করে।
21সেখানে বই তাদের সম্ভাব্য অন্য জগতে নিয়ে যায়, বিপজ্জনক, সুন্দর অথবা বিপ্লবী এক চিন্তার জগতে।
22কলম্বিয়ার একজন ভিডিও ব্লগার ঠিক করেছেন এখন তিনি থেকে বছরে প্রতিদিন একটি করে ভিডিও প্রকাশ করবেন।
23এই কাজে অংশগ্রহণকারী এবং অনুসরণকারীরা, এই প্রক্রিয়াটিকে সাহায্য করার ক্ষেত্রে তাদের চিন্তা যুক্ত করছেন।
24আলেজান্দ্রো এনজেল লিখেছেন অংশগ্রহণকারী ও অনুসরণকারীরা অবশ্যই হাসটাগ#ভ্লগ৩৬৫ ব্যবহার করবে:
25কাজেই এক প্রশ্ন থেকে যাচ্ছে, ২০১০ সাল কি কলম্বিয়ার জন্য এক ভিডিও ব্লগ হিসেবে বিবেচিত হবে?
26মুউরিসিয় গোনজালেজ (@মুইরিচিওয়েব) এর মত অনেক টুইটার ব্যবহারকারী ইতোমধ্যে উৎসাহ প্রদান করা প্রথম বাক্য পাঠিয়ে দিয়েছে:
27@লুইসাসান্তিয়াগা, @এরিকাপাও, @আলেজান্দ্রোএঞ্জেলের কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হল, বছরের ৩৬৫ দিনে ভিডিও নির্মাণের জন্য একজনকে অবশ্যই সাহসী এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে।
28উদাহরণ হিসেবে ভ্লগ ৩৬৫ থেকে কেউ যদি ভিডিও দেখতে চায়, তা হলে জুয়ান ডেভিড এসকোবারের নির্মাণ করা সম্প্রতি ভিডিও দেখতে পারে।
29তিনি এমন একজন ভিডিও ব্লগার, যিনি প্রতিদিন ভিডিও নির্মাণ করেন। তিনি সম্প্রতি কিউডাড বলিভারের রাস্তায় মোটরসাইকেলে করে ঘুরে এসেছেন।各位若有意观赏这项计划的影片,近期作品来自Juan David Escobar,他目前真的每天完成一段影片,片段里记录在Ciudad Bolívar市骑着摩托车,为了去买他最爱的美食Empanada。
30সেখানে তিনি গিয়েছিলেন মাংস, সব্জি, ফল ইত্যাদি ভরে ভাজা ল্যাটিন আমেরিকার বিশেষ পিঠা জাতীয় খাবার তার প্রিয় এমপানাডা কেনার জন্য।
31Email লিখেছেনCatalina Restrepo本文英文版由Eduardo Ávila译自西班牙文
32অনুবাদ করেছেন বিজয়校对:Soup