# | ben | zhs |
---|
1 | কাজাখস্তানঃ ভাষা বিষয়ে ব্লগে বিতর্ক | 哈萨克斯坦:语言学习低落 |
2 | নুরগেল্ডি এক মাস আগে নিউইউরেশিয়া ব্লগে জানিয়েছিল কি করে উত্তরের শহর কুস্তানিয়াতে তারা কাজাখস্তানের জাতীয় ভাষা সম্পর্কে মানুষের সীমিত জ্ঞান থাকায় পরিস্থিতি বদলের জন্যে উচ্চকন্ঠ হয়েছিল। | 一个月之前,Nurgeldy在Neweurasia博客上表示,他们正在哈萨克斯坦北部Kustanai市努力,希望提升当地社会的哈萨克语程度,他的发言在该博客的俄语版与英语版都引发激烈论辩,有些人提及为何都市居民鲜少使用哈萨克语,为什么哈萨克斯坦裔民众的情况亦然。 |
3 | তার লেখা বেশ উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছিল ইংরেজি আর রাশিয়ান ভাষার ব্লগগুলোতে যাতে অনুযোগ করা হয়েছিল যে শহুরে কাজাখরা কাজাখ ভাষা এতো কম কেন ব্যবহার করে আর কেন গ্রামের স্থানীয় কাজাখরাও তা ব্যবহারে ব্যর্থ হয়। | |
4 | ঐ ব্লগাররা যে সব কারন বলেছে তা হলোঃ সমাজে ১৯৮০-১৯৯০ এ জাতীয় ভাষার প্রয়োজনহীনতা, রাশিয়ান ভাষাভাষী স্কুল আর বিশ্ববিদ্যালয়ে নিম্ন মানের কাজাখ ভাষা শিক্ষা, শহরের যুবকদের ঠিকমত উদ্বুদ্ধ না করা আর এই ভাষার উন্নয়ন, শিক্ষা আর উত্তরনে সরকারের ঠিকমত পদক্ষেপ না নেয়া। | |
5 | সাম্প্রতিককালে কাজাখস্তানের রাশিয়ান ভাষার লাইভজারনাল কমিউনিটির মধ্যে এই আলোচনা আবার জোরেশোরে চলছে। মিস-ক্রেজি জানিয়েছেন যে স্কুলে কাজাখ শিক্ষার মান আগের মতই হতাশাব্যন্জক। | 博客们列举的理由包括:社会在八零年代至九零年代对哈萨克语需求不高、俄语学校与大学系所内的哈萨克语课程品质不佳,都会区年轻人缺乏学习动机、政府推广与授课努力不足。 |
6 | তাছাড়া দূর্নীতির জন্যেও পরিস্থিতি খারাপ হচ্ছে কারন বাচ্চারা কাজাখ শিক্ষায় “এ” গ্রেড পায় “দ্রুঝনি রেবিয়াতা” নামক সংবাদপত্রের গ্রাহক হলে। “বাধ্যতামূলক” চাঁদা পরোক্ষভাবে রাষ্ট্রীয় প্রকাশনাকে অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষার একটি প্রয়াস, এবং এটি এক ধরনের লুকানো দুর্নীতি যা শুধু শিশুদের সংস্থাতেই সীমাবদ্ধ নয়। | 近来相关讨论继续在哈萨克斯坦俄语族群的LiveJournal社群进行,Miss-crazy证明[RUS]学校的哈萨克语课程水准仍然低落,而且情况还因贪污而恶化,学生只要订阅《友好儿童报》(Druzhnie Rebyata),学校的哈萨克语成绩就能得到“A”。 |
7 | ওদিকে উত্তরকাজাখস্তানের সব থেকে কাজাখ প্রভাবমুক্ত স্থানে বসবাসরত রাশিয়ান মেয়ে স্লাভোইয়ারা জানিয়েছেন যে তার কাজাখ ভাষা দিন কে দিন ভালো হচ্ছে। | “义务订阅”只是以人工方式支撑快倒闭的国营报纸,但实际潜藏其中的就是贪腐弊病,而且范围并不限于儿童机构中。 |
8 | তিনি বলেছেন বিশেষ করে, ”আমি যা কিছু বলা হয় সব বুঝতে পারি আর কোন সমস্যা ছাড়া কাজাখ ভাষায় কথা বলতে পারি,” যার ফলে তিনি তার সহকর্মীদের কাছ থেকে সম্মান আর পুরষ্কার পান। - আদিল নুর্মাকোভ | 北部地区向来是哈萨克斯坦特色最淡薄的区域,不过居住于当地的俄罗斯裔女孩Slavoyara却表示,她的哈萨克语能力与日俱增,她特别指出[RUS]:“我现在能轻易了解眼前的哈萨克文字,也能自然以哈萨克语思考”,她的表现也赢得同学的尊敬与赞美。 |