Sentence alignment for gv-ben-20110221-15912.xml (html) - gv-zhs-20110221-7759.xml (html)

#benzhs
1ইয়েমেন: অস্টম দিনের প্রতিবাদের সময় আরো একটি মৃত্যু叶门:抗争第八日又有一人死亡
2রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ-এর বিরুদ্ধে সারা দেশে আরো বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ইয়েমেনের প্রতিবাদ, শনিবার অষ্টম দিনে গড়িয়েছে।叶门反对总统萨利赫(Ali Abdullah Saleh)的抗争活动至星期六进入第八天,全国各地涌现更多示威人潮,自2月11日抗争开始之后,军民冲突似乎愈演愈烈。
3১১ ফেব্রুয়ারি তারিখে শুরু হওয়া এই বিক্ষোভ, প্রতিবাদকারী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের মাধ্যমে দিনের শেষে আরো খারাপ পরিণতির দিকে গড়িয়েছে বলে মনে হচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত অন্তত: ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং এএফপির সংবাদ অনুসারে, শনিবারে ইয়েমেনের রাজধানী সানার শহরতলিতে আরো একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।自2月16日起,叶门至少已有六名抗议者丧命,据法新社报导,星期六在首都沙纳(Sanaa)近郊又有一人身亡;半岛电视台指出,约千名反政府民众与约三百名亲政府群众爆发冲突,有人声称在人群中听见枪响;The Yemen Post提到有四人在首都遭逮捕。
4আল জাজিরা জানিয়েছে মোটামুটি হাজারখানেক শাসক বিরোধী প্রতিবাদকারীদের সাথে ৩০০-৪০০ জনের সালেহ অনুসারী একটি দলের সংঘর্ষ হয়েছে। কেউ কেউ জানিয়েছে ভিড়ের মধ্যে তারা গুলির শব্দ শুনেছে।萨利赫执政逾三十载,抗议者不满政府贪腐又暴力,埃及民众本月初庆祝总统穆巴拉克(Hosni Mubarak)下台之际,萨利赫为安抚国内舆论批评,承诺2013年任期届满后,不会再寻求连任,他亦声称外国势力影响在野抗议民众,可能颠覆政府。
5ইয়েমেন পোস্টের সংবাদ অনুসারে, সানাতে অন্তত চার জনকে গ্রেফতার করা হয়েছে।以下影片记录沙纳大学附近的抗争与枪声。
6গত তিন দশকেরও বেশী সময় ধরে সালেহ ইয়েমেনের শাসন ক্ষমতা পরিচালনা করে আসছেন।这里是影片
7প্রতিবাদকারীরা তার শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত ও এটি সহিংসতাকে উস্কে দেয় বলে অভিযোগ তুলেছে।Waq al-Waq blog简述星期六的情况:
8যখন এ মাসের প্রথমদিকে মিশরের প্রতিবাদকারীরা যখন হোসনী মোবারককে ক্ষমতা থেকে নামিয়ে দেয়ার জন্যে শোরগোল তুলেছিল, তখন সালেহ ২০১৩-সালে, তার মেয়াদ শেষে আর পুনর্নির্বাচনের চেষ্টা না করার প্রতিশ্রুতি দিয়ে অভ্যন্তরীন সমালোচনা পাশ কাটানোর আশা করেছিল।
9সালেহ দাবি করছে যে বিদেশী শক্তি বিরোধী বিক্ষোভকারীদের মদদ যুগিয়েছে, যারা নাকি দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে। সানা বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তায় সংঘটিত বিক্ষোভ ও গোলাগুলির দৃশ্য সম্বলিত একটি ভিডিও এখানে তুলে ধরা হল।星期六在沙纳起初情况不佳,学生在沙纳大学外殴打执政党花钱买来的暴徒(Michelle Shepard在《多伦多星报》细述当天情形),之后更加恶化,除了挥舞棍棒的暴民,据称有部分人士向学生开枪,让多人受伤…
10ওয়াক আল ওয়াক ব্লগ শনিবারের ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছে: সানা বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দুরে ছাত্ররা [ক্ষমতাসীন দলের সাধারণ ছাত্র কংগ্রেসের] পোষা গুণ্ডাদের পেটাতে সক্ষম হয়, সানাতে দিনটি শুরু হয় বাজেভাবে।情势恶化令人忧心,国内许多本地记者都表示,认出安全人员穿着便服混入暴徒之中;还有未经证实的消息指出,政府用卡车载运部落人士进入首都,要压制学生抗争。
11(মিশেল শেফার্ড টরেন্টো স্টারের কাছে তার রিপোর্টে দিনটির অনুপুঙ্খ বর্ণনা দিয়েছেন।) তারপরে ঘটনা আরো খারাপ হতে থাকে।昨天发生手榴弹攻击后,今日泰兹(Taizz)地区相对平静…
12লাঠি হাতে নেয়া গুণ্ডাদের পাশাপাশি আরো কিছু লোক, যাদের উপজাতীয় বলে সনাক্ত করা হয়েছে, তারা ছাত্রদের ওপর গুলি চালিয়ে কয়েকজনকে আহত করে। …亚丁港(Aden)局势更加暴力,不过因为安全人员撤出某些地区,让情况稍微缓和,昨晚亚丁港抗议民众焚烧一座警局及多辆公务车。
13কিন্তু পরিস্থিতি আরো তীব্র হওয়া এক উদ্বেগজনক লক্ষণ, এমনকি এই ঘটনার উপর আরো আলোকপাত করা হলে দেখা যাচ্ছে যে সংঘর্ষের কেন্দ্রে উপস্থিতি সাংবাদিকরা (যারা স্থানীয় ইয়েমেনী সাংবাদিক) বলছে যে, সংর্ঘষে জিপিসির গুণ্ডা পরিচয়ে ছিল সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা।
14এছাড়াও অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে সরকার সানার বাইরের উপজাতিদের ট্রাকে করে শহরে নিয়ে এসেছে ছাত্র বিক্ষোভ দমন করার জন্য।
15গতকালের গ্রেনেড হামলার পর তাইজের পরিস্থিতি আজ অপেক্ষাকৃত শান্ত রয়েছে। …以下是星期六部分Twitter讯息:
16এডেনের পরিস্থিতি আরো অশান্ত ছিল, যদিও আজকে কোন কোন এলাকায় নিরাপত্তা বাহিনী বের হয়ে এর অবস্থা অনেকটাই খারাপ করে তুলেছিল।@shephardm:在今天下午暴力事件后,他们自沙纳大学开始游行,一路平安无事。
17বিক্ষোভকারীরা গতরাতে এডেনে, একটি পুলিশ স্টেশন ও কয়েকটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয়। এখানে টুইটারে দিনের শেষের কয়েকটি প্রতিক্রিয়া প্রদান করা হল:@nazaninemoshiri:半岛电视台在叶门的团队遭到恐吓,情况实在太糟,让他们不敢离开办公室。
18@শেফার্ডএম: দুপুরের সহিংসতার পর থেকে আর কোন ঘটনা ছাড়াই তারা সানা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে। #ইয়েমেন #ওয়াইএফ@HarunAlAmriki:Saba Net网站消息,亚丁港破坏行为造成两人死亡、十九人受伤。
19@নাজানাইনমোশিরি: আমাদের #ইয়েমেনের আল জাজিরা টিমকে ভয় দেখানো হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে তারা অফিস ছেড়ে বেরুতেই পারছে না।@WomanfromYemen:今天萨利赫恐吓人民,“还没有派出军警镇压抗争”,真是漫天大谎!
20@হারুনআলআমরিকি: সাবা নেট: #এডেন-এর নির্মম সহিংসতা দুজন নিহত হয়েছে, আহত ১৭ হয়েছে জন। http://bit.ly/dHQ4OW #ইয়েমেন @ওমেনফ্রমইয়েমেন: আজ #আলিসালেহ জনগণকে হুমকি দিয়েছে যে “বিক্ষোভ দমনের জন্যে তিনি এখনো পুলিশ এবং সেনাবাহিনী পাঠাননি“ কি নির্জলা মিথ্যাচার!@ionacraig:和@jebboone躲在小巷里,以避开很激动的镇暴警察,女性在住家从上方向我们丢掷石块,谁说住家最安全?
21#ইয়েমেন #ওয়াইএফ @আইয়োনাক্রেগ: মারমুখো দাঙ্গা পুলিশ থেকে বাঁচার জন্যে @জেববুন-এর সাথে গলিপথে লুকিয়েছি।“无疆界记者组织”针对全球178国进行媒体自由评比,叶门目前排名第170位,前后国家为卢安达及中国。
22বাড়িগুলোর ওপর থেকে মহিলারা আমাদের দিকে পাথর ছুঁড়ে মেরেছে। শেষে নিরাপদে বাড়িতে পৌঁছেছি #ইয়েমেন校对:Soup
23রিপোর্টাস উইদাউট বর্ডার-এর গণ মাধ্যম স্বাধীনতা সূচকে বর্তমানে ইয়েমেনের অবস্থান ১৭৮ টি দেশের মধ্যে ১৭০ তম, রুয়ান্ডা এবং চীনের মাঝামাঝি।