Sentence alignment for gv-ben-20091012-6949.xml (html) - gv-zhs-20090930-3863.xml (html)

#benzhs
1ফিলিপাইন্স: নাগরিকদের ভিডিওতে বন্যার চিত্র ধারণ菲律宾:公民媒体与水灾记录
2টুইপিক ব্যবহারকারী রিয়াহগুয়েভারার সৌজন্যে照片来自Twitpic用户reahguevarra
3ম্যানিলা পৌর এলাকার বেশ কিছু অংশ এখনও (২৮শে সেপ্টেম্বর) পানিতে তলিয়ে আছে যদিও মৌসুমি ঝড় অন্ডয় (আন্তর্জাতিক নাম কেটসানা) তার তাণ্ডবলীলা বইয়ে অনেক আগেই চলে গেছে।
4গত শনিবার (২৬শে সেপ্টেম্বর) রাজধানীতে এই ঝড় আঘাত করার পর প্রায় ২০০ জন লোক মারা গেছে এবং লক্ষাধিক লোক গৃহহীন হয়েছে।
5ঝড়ের সাথে ব্যাপক বৃষ্টিপাত এই দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এই ঝড়ের সাথে হারিকেন ক্যাটরিনার চেয়েও বেশী বৃষ্টিপাত হয়েছে।尽管凯莎娜台风己离开菲律宾,首都马尼拉与邻近省分部分地区仍泡在水中,台风上周四袭击首都后,已造成近200人丧生,数十万人被迫撤离。
6রিটুইট @উইজকিটাবেট: তথ্য: হারিকেন ক্যাটরিনার সময় লুইজিয়ানায় বৃষ্টিপাত হয়েছে ৩৮০ মিমি।
7টাইফুন অন্ডয়ের সময় ৪১০ মিমি বুষ্টিপাত হয়েছে ম্যানিলায়।大雨引发国内几十年来最严重水患,雨量更甚美国先前的卡翠娜飓风:
8বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট পূর্ণ উদ্যমে কাজ করে গেছে উদ্ধারকর্মীদের বন্যা দুর্গতদের অবস্থান জানানোর জন্যে।
9টাইফুন অন্ডয় সিচুয়েশন ম্যাপ তৈরি করা হয়েছে দুর্গতদের কি সাহায্য দরকার তা চিন্হিত করতে। গুগল একটি বিশেষ পাতা খুলেছে ত্রাণ ও দান সমন্বয় করার জন্যে।RT @wizkitabet:数据:卡翠娜飓风雨量-路易斯安纳州380公厘;凯莎娜飓风雨量-马尼拉410公厘。
10অন্ডয় রিলিফ এফোর্টস প্রকাশ করেছে রিলিফ এজেন্সীগুলোর নাম ঠিকানা, ত্রাণ জমা দেওয়ার স্থান, এবং সরকারী উদ্ধার দলের বিভিন্ন তথ্য। ছবি তুলেছে আলী ফিগুয়েরোয়া社会媒体网站发挥最大功能,告知搜救人员灾民所处位置,有人建立凯莎娜台风现况地图,汇整灾民需求资讯,Google也设立特别页面募集捐款;Ondoy Relief Efforts则列出各单位完整联络资料,包括搜救单位、捐款中心、政府紧急应变团队等。
11সাইবার জগৎে বিভিন্ন নাগরিক ভিডিও তুলে দেওয়া হয়েছে যাতে দৃশ্যমান হচ্ছে বন্যা কি পরিমাণ ক্ষতি ডেকে এনেছে এই জনগোষ্ঠীর উপর।
12নীচে ইউটিউব ব্যবহারকারী ডিডিপাসরেক্স এর সেরকম একটি ভিডিও।照片来自Ali Figueroa
13আমার মা টাইফুন অন্ডয়ের দ্বারা সৃষ্ট বন্যার এই ভিডিওটি তুলতে সমর্থ হয় কিছু সময়ের জন্যে এবং অচিরেই তাদের দোতালায় চলে যেতে হয় পানি থেকে রক্ষা পেতে।
14দোতালায়ও তারা বুক সমান পানিতে ভেসে ছিলেন পরের দিন সকালে পানি নেমে যাওয়া পর্যন্ত।
15নীচের ভিডিও দেখাচ্ছে একজন গাড়ীর আরোহী কিভাবে গাড়ীতে আটকে রয়েছেন যখন ম্যানিলার এক হাসপাতালের সামনে বন্যার পানি হু হু করে বাড়ছিল।
16ম্যানিলার পূর্বে মারিকিনা সিটি এই বন্যার দ্বারা ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।公民影片陆续上传至网络,记录大水带来损失的可怕情景,以下是YouTube用户didipusrex的片段:
17ম্যানিলার দক্ষিণে পারানাক শহরে পথচারী এমনকি মটর সাইকেল চালকরাও বন্যা আক্রান্ত রাস্তা পার হতে ফোমের সাহায্য নিয়েছে:
18বন্যার পানির তোড়ে গাড়ী ভেসে গিয়েছে। ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশও ঝড়ে প্রচন্ড বিপর্যস্ত হয়েছে।凯莎娜台风大水涌入家中,迫使我母亲得逃往二楼,不过之前她已用影片记录水灾一刻,后来淹水及胸,直到隔天早上才退去。
19টেকপিনাস একটি রেডিও স্টেশনের অনুষ্ঠানের প্রশংসা করেছে যা তার শ্রোতাদেরকে ক্রমাগত বন্যার তাজা খবর দিয়েছে।
20এর শ্রোতার মধ্যে অনেকেই ছিলেন বন্যাদুর্গত যারা মোবাইল ফোনের রেডিওর মাধ্যমে উদ্ধার কার্যের খবর শুনেছেন:
21টাইফুন অন্ডয় এর ফলে সৃষ্ট দুর্ভোগ এবং অনিশ্চয়তার মধ্যে ম্যানিলার বিভিন্ন অন্চলে বিদ্যুৎ ছিল না।
22এর মধ্যেই ডিজে গ্যাঙ্গ, ডিজে ল্যাম্বার্ট, এবং ডিজে স্টেফ তাদের সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছে দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কার্যের বিভিন্ন সংবাদ ও তথ্য প্রচার করতে যাতে দুর্গত এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বন্যা দুর্গতরা তা শুনতে পারে।
23চার্জ কমে আসা মোবাইল ফোন কানে দিয়ে এরা জ্যাম ৮৮.这段画面里记录大水蔓延马尼拉一间医院外,有位乘客困在车辆中。
24৩ স্টেশনকেই তাদের শেষ আশা বলে ধরে নিয়েছিল।马尼拉以东的Marikina市受到水灾重创。
25এই স্টেশনটি তাদের গতানুগতিক এফ এম অনুষ্ঠান বাদ দিয়ে উদ্ধার ও ত্রাণকার্য সংক্রান্ত যাবতীয় তথ্য ও স্বেচ্ছাসেবী সমন্বয়ের এক তথ্যকেন্দ্রে পরিণত হয়েছিল।
26এসএমএস এর মাধ্যমেও বন্যাদুর্গতদের মাঝে সংবাদ পাঠানো হয়েছিল যে কিভাবে বন্যা থেকে বাঁচা যাবে:马尼拉以南的Paranaque市情况,行人与摩托车骑士必须使用保丽龙,才能横越淹水路面。
27সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যে জ্যাম রেডিওর এই উদ্যোগে জনসাধারণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ।汽车遭强劲水流冲走。
28অনেকে রেডিও স্টেশনে ফোন করে জানিয়েছেন শহরে ট্রাফিক জ্যামের অবস্থা।马尼拉以北的Bulacan省亦受台风重创。
29বন্যাদুর্গতরা যারা বাড়ীর ছাদে অবস্থান নিয়েছিল পানি থেকে বাঁচার জন্যে তাদের হাইপোথার্মিয়া থেকে রক্ষার জন্যে কি করতে হবে তা জানিয়েছে ডাক্তাররা এসএমএস এর মাধ্যমে।
30একজন প্রাক্তন রেডক্রস ভলান্টিয়ার শ্রোতাদের বলেছেন কি করে খাবার স্যালাইন তৈরি করতে হয়। ছবি তুলেছেন সেলিয়া অ্যানা নাটানাউয়ান চানTechpinas赞扬一家电台空出节目时段,为听众报导台风最新消息,许多听众皆为灾民,仰赖手机广播获知援救讯息:
31দুর্যোগের তথ্য প্রচার এবং উদ্ধার কার্য সমন্বয়ের জন্যে টুইটার একটি কার্যকরী টুল। টুইটারের মাধ্যমে নেট নাগরিকরা দুর্গম স্থানে বন্যার সর্বশেষ খবর জানাতে পেরেছে:面对人们因凯莎娜台风造成众多不安与苦难,马尼拉多数地区也停电,DJ Gang、DJ Lambert与DJ Steph无私地贡献时间与精神,确保手机用户若只能从手机广播接收消息,也能获得援救资讯,也让Jam 88.
32এইজঅফব্রিলিগ: আমাদের এক সহকর্মী পায়াতাস এ গিয়েছিল। ওখানকার অবস্থা প্রচার মাধ্যমে আসে নি।3电台维持坚忍与希望精神,他们让时常冷漠的广播电台,转变为搜救与志工资讯的集散地。
33কোন রিলিফও পৌঁছে নি।也有人运用手机简讯提供求生方式:
34ককই: আমি কান্ডাবার পরিস্থিতি জানি। সমস্ত শহর পানির নীচে, শুধু গীর্জা ছাড়া।大众参与电台的力量更令人动容,有些人打电话至电台,通报马尼拉市区各项交通情况,医师传送简讯,告知困在屋顶的灾民如何避免体温过低,前红十字会志工亦教导如何制作口服电解质液。
35আমি শহর ছাড়তে পারছিনা। জভফ্রান্সিসকো: শনিবার পর্যন্ত আমি মনে করেছিলাম আমার এলাকাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত।照片来自Celina Ann Natanauan Chan
36তবে আমি টিভিতে ছবি দেখে বুঝলাম তা সত্যি নয়।Twitter是个可靠灾害新闻来源,也能监控搜救行动,民众透过Twitter通报偏远地区灾情:
37টুইটার বার্তা উদ্ধার দল এবং পুলিশকে তথ্য দিয়েছে কোথায় ত্রাণ সরবরাহ করতে হবে: আলেক্সডেরোসী: রোজারিও পাসিজ এবং কাভিট এলাকা এখনও কোন ত্রাণ পায় নি।ageofbrillig:RT:一名成员昨天前往Payatas,没有媒体关注,也没什么援助。 cocoy:RT @mlq3 @jeyaiy 我只知道Candaba情况,除了教堂,整个城镇淹在水中,无法离开当地… jovefrancisco:星期六当天,我原本以为我的社区受创最深,后来看到电视画面,才知并非如此。
38আপনারা যদি পারেন, কিছু করেন। মাক্সেনেমাগালোনা: মারিকিনা গ্রামে পুলিশ দরকার।Twitter使用者亦建议搜救队及警方前往何处分发粮食:
39সেখানে ডাকাতরা বন্যাগ্রস্তদের খালি বাড়িতে চড়াও হবার জন্যে ওৎ পেতে রয়েছে।
40টুইট বার্তা উদ্ধারকার্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানিয়েছে জনগণকে: অ্যান্ড্রিউডিক্যাস্ট্রো: কিভাবে (ত্রাণসামগ্রী হিসেবে প্রদত্ত) ইন্সট্যান্ট নুডলস মানুষ রান্না করে খাবে?alexderossi:RT @momma_erin REPOST:Rosario Pasig及Cavite地区尚未获得任何救难物资,若各位有办法,请伸出援手! maxenemagalona:RT @kitel_anne 我们在Provident Village Marikina地区需要警察,四处都有抢匪试图侵入屋内。
41অথবা টিনগুলোই খুলবে কিভাবে? আমার জানতে ইচ্ছে করছে।Twitter上也有人提醒大众目前搜救进度:
42ফিলরেডক্রস: আমরা আমাদের ত্রাণ বিতরণ কার্যে যুবকদের সহায়তায় অভিভুত।ANDREWdecastro:灾民要怎么烹煮那些泡面?
43আগ্রহী স্বেচ্ছাসেবকরা পিএনআরসি হেডকোয়ার্টার (আন্ডা সার্কেলের কাছে) এ যেতে পারেন। ককই : @ডেমেন্টিয়া: হ্যা দয়া করে এখুনি খাবার উপযুক্ত খাদ্য ও পানি দান করো।又要怎么开罐头? philredcross:我们对搜救行动的支援青年相当感动,有意的志工请至PNRC NHQ。 cocoy:RT @dementia 请捐赠可立即食用的食物与饮水,灾民没有办法煮面。
44নুডলস রান্না করার কোন উপায় নেই বন্যাদুর্গতদের।一位参议员的Twitter讯息也反映出灾民不分贫富:
45রাজ্যের এক সিনেটরের এই টুইটার বার্তা বোঝাবে যে বন্যা ধনী গরীব উভয়কেই আক্রান্ত করেছে: সে চিজ: আমার শ্বশুরবাড়ির লোকেরা সিন্কো হারমানোজ এ বাস করে।SayChiz:我妻子的家人住在平房里,屋顶以下全都淹在水中,他们只能在邻居家的二楼避难。
46তাদের ছাদটুকু শুধু পানির উপরে ছিল।照片来自Diane Lorenzana
47তারা তাদের প্রতিবেশীর দোতালা বাড়ীতে আশ্রয় নিয়েছে। ছবি তুলেছে ডায়ান লরেনজানা校对:Portnoy