# | ben | zhs |
---|
1 | কোস্টা রিকা: রিয়াল টাইমের উপর ভিত্তি করে টুইট পাঠানো ভিডিও গেম তহবিল নির্মাণের চেষ্টা করছে | 哥斯达黎加:即时Twitter游戏对外募款 |
2 | কোস্টা রিকার ছয় জন তরুণ ভিডিও গেম নির্মাতা টুইটল্যান্ড নামক ভিডিও গেমের মাধ্যমে ক্রাউড সোর্স ফান্ডিং (অনেক সাইটের মধ্যে থেকে প্রয়োজনীয় সাইট খুঁজে বের করা, তাদের মাধ্যমে তহবিল গঠন)-এর চেষ্টা করছে। | |
3 | টুইটল্যান্ড হচ্ছে তাদের নির্মিত রিয়াল টাইম টুইটার পাওয়ার ভিডিও গেম।( গেমটি খেলার সাথে সাথে তা টুইট করতে থাকবে) | 哥斯达黎加六位年轻电玩程式设计师运用Twitter网站特质,制作出即时游戏TweetLand,也希望透过群众力量寻找经费来源。 |
4 | টুইটল্যান্ড-এর নির্মাতা দলটি | TweetLand团队 |
5 | এর খেলা গুলোকে বলা হয় রুট ১৪০ এবং লাভসিটি এবং উভয়ে খেলা চলার সময় এর কর্মকাণ্ডকে প্রভাবিত করার জন্য রিয়াল টাইম টুইটার আপডেট ব্যবহার করে। | |
6 | রুট ১৪০-তে গাড়িগুলো শেষ প্রান্তে পৌঁছার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু কেউ যদি টুইটারে জোম্বি, মেটোরস, গাড়ি দুর্ঘটনা (অন্যদের মধ্যে) সম্বন্ধে সতর্কতা প্রদান করে কোন আপডেট বা তৎক্ষনাৎ কিছু লেখে, তাহলে তা গেমের মধ্যে প্রদর্শিত হবে। | |
7 | লাভসিটি নামক গেমে, বিভিন্ন “হেট (ঘৃণা)” আপডেট-এ এন্টি-কেয়ার বিয়ার ফিড-এ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং তারা নতুন অস্ত্র লাভ করবে, কিন্তু ভালোবাসা এবং যত্নে করা টুইট শত্রুদের ক্ষমতা বাড়িয়ে দেবে। কোস্টা-রিকার ব্লগার ক্রিস্টিয়ান কামব্রোনেরো, ফুসিল ডে চিসপাস এ, গেম নির্মাতাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। | 两种游戏名为Route 140和LoveCity,都利用即时Twitter讯息,影响游戏当中的角色行动,前者为赛车游戏,但若有人在Twitter讯息里提及僵尸、流星或车 祸等,就会反映在游戏之中;后者主角是只拒绝接受照顾的小熊,只要在Twitter出现各种仇恨讯息,力量就会增强,也会获得新武器,假若出现充满关爱的 讯息,敌人力量就会增长。 |
8 | গেমটির ক্ষেত্রে কেন তারা ক্রাউড সোর্স ফান্ডিং-এর সিদ্ধান্ত গ্রহণ করলো সে ব্যাপারে তাদের জিজ্ঞেস করেছেন: অর্থ সংগ্রহের লক্ষ্যে তারা ক্রাউডফান্ডিংসাইট কিকস্টার্টার. | 哥斯达黎加博客Cristian Cambronero在Fusil de Chispas访问设计师,为何选择向群众募款: |
9 | কমের সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু, কেন তারা কোন বিনিয়োগকারীর কাছে গেল না? | 为了募款,他们决定使用群众集资网站Kickstarter.com,但为何不直接找人投资? |
10 | এ প্রশ্নের জবাবে তার জানায়, “টুইটল্যান্ড” ছিল এমন একটা প্রকল্প, যা ওয়েব সম্প্রদায়ের এক যৌথ উদ্যেগে তৈরি করা হয়েছিল। এর মানে হচ্ছে, এই গেম প্লাটর্ফমে যারা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানানো। | Néstor Villalobos表示,“TweetLand这项计划是依据網絡社群的共同经验集结而成,因为有众人支持,游戏平台才能运作,我们认为若要为这样的群体计划募款,也应秉持相同原则,向所有人求助”。 |
11 | আমরা আবিষ্কার করলাম যে একটি প্রকল্পের অর্থ সাহায়ের জন্য তহবিল গঠনের এটাই সবচেয়ে উপযুক্ত প্রক্রিয়া, এ রকম সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে দিয়ে তা গঠন করা হবে গেম নির্মাণের মত একই রকমের প্রচেষ্টা, যা সকলের সহযোগিতায় তৈরি হচ্ছে। এই কথাগুলো জানান নেস্টর ভিলারোস। | 过去哥斯达黎加亦有计划运用Kickstarter.com募款,最近的成功案例为《The Return》这部电影,由Hernán Jiménez执导,募得金额远超过原订的四万美元目标,这笔款项用于制作及剪辑,再交给戏院及发行商。 |
12 | এটাই প্রথম কোন উদ্যোগ নয় যা কোস্টা রিকার কোন প্রকল্পের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কিকস্টার্টার. | |
13 | কমকে ব্যবহার করেছে। স্মপ্রতি একটি চলচ্চিত্র নির্মাণের জন্য এর ব্যবহার হচ্ছে, যে চলচ্চিত্রটির নাম দি রিটার্ন, এর পরিচালক, হার্নান জিমেনেজ। | 在游戏制作团队的Kickstarter页面上,他们说明自己的目标,以及若募得7000美元,要做为什么用途,这六位年轻设计师过去在日常正职中,也曾多次获得大奖及肯定,现在转向網絡,希望让TweetLand这项独立计划成真。 |
14 | তাদের এই উদ্যগ মূল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী পরিমাণ তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়। এর পরিমাণ ছিল ৪০,০০০ মার্কিন ডলার। | 他们在宣传影片里,也说明游戏内容: |
15 | ছবিটি সম্পাদনা এবং সিনেমা হল ও বিতরণকারী প্রতিষ্ঠানে প্রদান করার জন্য অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। কিকস্টার্টার. | 校对:Soup |
16 | কমের টুইটল্যান্ড সাইটে তারা তাদের লক্ষ্য সম্বন্ধে ব্যাখ্যা করছে এবং তারা যে ৭,০০০ ডলার তহবিল সংগ্রহ করার চেষ্টা করছে তা কি ভাবে ব্যবহার করা হবে সে সম্বন্ধে ব্যাখ্যা করছে। | |
17 | এর আগে এই ছয় জন তরুণ ডিজাইনার তাদের দিনের বেলা কাজের মাধ্যমে সৃষ্টি প্রকল্পের জন্য পুরষ্কার এবং সম্মান লাভ করেছে, এবং এখন তারা তাদের স্বাধীন কাজ টুইটল্যান্ডকে বাস্তবে রুপ দেবার জন্য ওয়েবের দিকে ঝুঁকে পড়েছে। | |
18 | তারা তাদের প্রচারণা মূলক ভিডিওতে এই গেম সম্বন্ধে নিজেদের বক্তব্য প্রদান করছে: | |