# | ben | zhs |
---|
1 | আর্জেন্টিনা: পল্লীগীতি গায়িকা মার্সেডাস সোসার মৃত্যুতে শোক | 阿根廷:哀悼民谣歌手Mercedes Sosa过世 |
2 | অক্টোবরের ৪ তারিখে আর্জেন্টিনার গায়িকা মার্সেডাস সোসা মৃত্যু বরণ করেন। তিনি ল্যাটিন আমেরিকার পল্লী সঙ্গীতের এক অন্যতম কণ্ঠস্বর ছিলেন। | 阿根廷歌手Mercedes Sosa于10月4日过世,她是拉丁美洲民俗音乐重要人物,故她的讣闻也成为重大消息,所有阿根廷媒体纷纷报导此事,部分有线电视新闻频道也全程转播守夜活动。 |
3 | গত সপ্তাহে এটাই ছিল পত্রিকার এক গুরুত্বপূর্ণ সংবাদ। | 照片来自Basilievich,依据创用CC授权使用 |
4 | আর্জেন্টিনার সকল পত্রিকা তার মৃত্যু সংবাদ প্রকাশ করে এবং রোববারে বেশ কিছু কেবল নিউজ চ্যানেল এই শোক সংবাদ প্রকাশ করে। ছবি বাসিলভিচ এর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে। | 一如预期,许多博客都提到这项死讯,多数人转载影片或歌曲致敬,其他人则简短写下难过情绪,例如Tomy在La Cocina Plural博客表示: |
5 | যেমনটা ভাবা হয়েছিল, আর্জেন্টিনার অনেক ব্লগার এই গায়িকার মৃত্যু নিয়ে লিখেছে। এদের বেশীরভাগই গায়িকার প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য তার গানের ভিডিও ও গান নেটে প্রকাশ করেছে। | 你的举动、你的文字、你的歌曲、你的歌声唤醒部分社会意识…(部分还在沉睡),我们将永远怀念你,无论在何处,愿你安息。 |
6 | অন্যরা এই বেদনাদায়ক দিনটির সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। যেমন, লা কোসিনা প্লুরাল [স্প্যানিশ ভাষায়] ব্লগের টমি লিখেছেন: | 哀悼民众列队准备向Mercedes Sosa致敬,照片来自blmurch,依据创用CC授权使用 |
7 | আপনার কাজ, শব্দ, গান এবং কণ্ঠ সমাজকে জাগিয়ে তুলে.. (যখন অনেকে ঘুমিয়ে থাকে), এখন থেকে আমরা আপনার অভাব বোধ করতে থাকব, আপনি যেখানে থাকুন, শান্তিতে থাকুন। | 其中博客则整理她过世当天的情况,La Carabina指出: |
8 | মার্সেডাস সোসার প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত জনতা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ছবি ব্লু মার্চের তোলা এবং তা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে। | 自从她的死讯在10月4日当天早上发布后,歌迷耐心排队数小时,只希望参与Pasos Perdidos Salon of Congress的守夜活动,此种荣耀只属于最重要的政治及文化人物。 |
9 | অন্য ব্লগাররা সংক্ষিপ্ত আকারে জানাচ্ছে তার মৃত্যুর দিন কি ঘটেছিল। ব্লগার লা কারাবিনা [স্প্যানিশ ভাষায়] লিখেছে যে: | 由于病情恶化,这位歌手的官方网站在她过世前后都出现众多讯息,歌迷也透过Mercedes Sosa的Facebook页面表达哀悼。 |
10 | যখন তার মৃত্যুর কথা ঘোষণা করা হয় (রবিবার সকালে), তখন থেকে ভক্তরা তার প্রতি শোক প্রকাশ করার জন্য ধৈর্য সহকারে কংগ্রেসের পাসোস পেরিডোস সালুন নামক এলাকার সামনে দাঁড়িয়ে ছিল। | |
11 | রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মৃতদেহকে সম্মান প্রদর্শনের জন্য কেবল এই এলাকাটি ব্যবহার করা হয়। | |
12 | ক্রমাগতভাবে স্বাস্থ্যের অবনতি ঘটার সময় ও মৃত্যুর পর, এই গায়িকার নিজস্ব ওয়েবসাইটে অজস্র বার্তা এসে জমা হয়েছে। | |
13 | একই সাথে ভক্তরা মার্সেডাস সোসার ফেসবুকের পাতায় শোক প্রকাশ করেছে [স্প্যানিশ ভাষায়]। | 本文英文版由Eduardo Ávila译自西班牙文 |
14 | স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন এডুয়ার্ডো আভিলা | 校对:Soup |