Sentence alignment for gv-ben-20110630-18502.xml (html) - gv-zhs-20110615-9320.xml (html)

#benzhs
1মিশর: টুইটারের সম্ভাবনা পর্যালোচনা করা埃及:探讨Twitter的革命精神
2আমাদের এই লেখাটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা বিশেষ কাভারেজের অংশ।若说埃及革命在社会媒体方面有何令人“大开眼界”之处,就是大批埃及民众因此得知Twitter这项網絡服务。
3যদি কোন একটা ক্ষেত্রে সাম্প্রতিক মিশরের বিপ্লব ‘চক্ষু উন্মোচক' হিসাবে কাজ করেছে সামাজিক মিডিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কিভাবে হাজার হাজার মিশরীয় ক্ষুদ্র ব্লগের ওয়েবসাইট টুইটারের সাথে পরিচিত হয়েছে।在三个星期之内,埃及Twitter用户包括在人数、内容及多元色彩方面都应声齐扬,从原本规模不大的休闲社群,迅速发展为社会与政治精神活跃的团体,任何事都能讨论,毫无禁忌或不可跨越的红线。
4তিন মাসের কিছু বেশী সময়ে, মিশরের টুইটার জগত কেবল আকারে বাড়েনি, বরং বিষয়বস্তু আর ভিন্নতার দিক থেকেও বেড়েছে।这项精神启发埃及知名博客Alaa Abd El Fattah,决定让Twitter社群与革命抗争现场群众合而为一。
5যা শুরু হয়েছিল একটা সাধারন, কম- পরিসরের গোত্র হিসাবে, সেটি দ্রুত একটা সরব সামাজিক- রাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে, যেখানে সব কিছু আলোচনার জন্য উন্মুক্ত আছে আর যেখানে আসলে কোন কিছু নিষিদ্ধ বা লাল দাগ টানা নেই।他因此举办Tweet Nadwa活动,并在题为“臭味相投”的文章中说明活动宗旨。
6এইসব আলোচনার বিষয় মিশরের একজন সক্রিয় ব্লগার আর টুইটার ব্যবহারকারী আলা আবদ এল ফাত্তাহকে উজ্জীবিত করেছে (@আলা) দুই জগতের সব থেকে ভালোটা আনতে - টুইটার আর তাহরির স্কোয়ার- একই ছাতার নীচে।这场聚会于6月12日举行,地点是首都开罗富裕地区Dokki的“发展支持中心”,而本次活动主题为“伊斯兰主义者”。
7এর ফল হলো টুইট নাদোয়া- সেমিনারের মতো একটা সভা যা সম্পর্কে আব্দ এল ফাত্তাহ একটা ব্লগ পোস্টে মূল কথা তুলে ধরেছেন ‘একই ধরনের লোক, একত্র হচ্ছে' শিরোনামে। কায়রোর ধনী এলাকা ডোক্কিতে সেন্টার ফর ডেভেলপমেন্ট সাপোর্টে ২০১১ এর ১২ জুন এই সমাবেশ হয়।这项话题之前在Twitter便已相当热门,讨论内容包括埃及社会如何看待他们,以及他们对于后革命时期的民主埃及有何想法,Alaa Abd El Fattah也邀请Twitter网站上部分知名伊斯兰主义者与会,厘清人们讨论时的盲点或迷思。
8এই পর্যায়ের আলোচ্য বিষয় ছিল ইসলামপন্থীদের নিয়ে। এরইমধ্যে টুইটারে অনেক সাড়া জাগিয়েছে বিষয়টি যেখানে ইসলামপন্থীদের নিয়ে আলোচনা চলছে - মিশরীয় সমাজে তাদের কিভাবে দেখা হচ্ছে থেকে তারা কিভাবে একটা নাগরিক আর গণতান্ত্রিক বিপ্লবের পরের মিশরের কল্পনা করছেন এইসব কিছু।讲者包括英国《卫报》自由专栏作家Ibrahim Houdaiby(也是“穆斯林兄弟会”第二届领袖的曾孙)、记者Abdel Moneim Mahmoud(穆斯林兄弟会前成员)、记者Ahmed Samir(现任成员)。
9এটাই স্বাভাবিক যে আব্দ এল ফাত্তাহ সিদ্ধান্ত নেন টুইটারের কিছু নামকরা ইসলামপন্থীদের আমন্ত্রণের এইসকল বিষয়ে যে ধোঁয়াটে ভাব আছে তা পরিষ্কার করার জন্য।在三小时活动中,讲者论及自己与穆斯林兄弟会的关系、从伊斯兰角色看待埃及经济前景,以及穆斯林兄弟会若执政的公民自由议题。
10বক্তাদের মধ্যে ছিলেন ইব্রাহিম হুদাইবি, গার্জিয়ানের মুক্ত কলাম লেখক আর মুসলিম ব্রাদারহুদের দ্বিতীয় জেনারেল গাইড (এমবি) হাসান হুদাইবির প্রৌপুত্র, আর সাংবাদিক আব্দেল মোনিম মাহমুদ ও আহমেদ সামির - আগের জন ভূতাপেক্ষ এমবি আর পরের জন এখনো এই দলের সদস্য।
11তিন ঘন্টার উপরে বক্তারা মুসলিম ব্রাদারহুডের সাথে তাদের সম্পর্ক আলোচনা করেছেন, মিশরের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গী থেকে তাদের অর্থনৈতিক দৃষ্টি আর এরই সাথে চতুর প্রশ্নের মুখোমুখি হয়েছেন মিশরে এমবি দ্বারা শাসিত সমাজে নাগরিক অধিকারের ব্যাপারে।为恪守Twitter精神,讲者和与会者每次回答最多只能说140个字,若是同意也不鼓掌,而是挥动双手模仿Twitter网站的“转载”符号;在人满为患的会场里,也设有一个大萤幕,呈现有关活动的感想、照片与影片。
12টুইটারের ধরনে, বক্তা আর অংশগ্রহণকারীদের মাত্র ১৪০ সেকেন্ডে সাড়া দেয়ার সুযোগ দেয়া হয়েছিল প্রতি প্রশ্নের (এটা টুইটারের প্রতি টুইটে ১৪০ টা অক্ষর লেখার ব্যাপারটা) আর বক্তাদের জন্য তালি মারার পরিবর্তে, অংশগ্রহণকারীরা তাদের হাত নেড়ে পুনর্বার টুইট বার্তা পাঠানোর (রিটুইট করার) ব্যাপারে আগ্রহ জানিয়েছেন।
13এর সাথে ভীড়ে ভরা কামরায় একটা বড় স্ক্রিন যেখানে ‘টুইট নাওদা'র জন্য তৈরি করা টুইটারের পাতা দেখানো হয়েছে, যেখানে বক্তব্য, ছবি আর সভার ভিডিও আপডেট করা হয়েছে।参加者大多数都赞美主办人,例如Hussein Adel Fahmy表示:
14অংশগ্রহণকারীরা সভার প্রশংসা করেছেন যেখানে হুসেন আদেল ফাহমির মতো ব্যবহারকারীরা জানিয়েছেন যে:这场活动既创新又棒,我觉得伊斯兰背景与文人政府在埃及不该有冲突。
15#টুইট নাদোয়া নতুন আর দারুন প্রচেষ্টা। আমার মত হলো মিশরের ইসলামী ইতিহাস নাগরিক রাষ্ট্রের ধারনার সাথে সংঘাত করতে পারে না।主办人Alaa Abd El Fattah在Tweet Nadwa活动现场,照片由Mostafa Hussein博士拍摄
16Alaa Abd El Fattah at the Tweet Nadwa. Picture by Dr Mostafa Hussein.Moustafa Hussein博士称赞主办人兼主持人的表现,也提供现场照片:
17ডঃ মুস্তাফা হোসেন নাদোয়ার ছবি দিতে গিয়ে সভার সঞ্চালক হিসাবে আব্দেল ফাতাহর অংশগ্রহনের প্রশংসা করেছেন। #টুইটনাদোয়া তে অনেকে অংশ নিয়েছেন এবং @আলা একজন ভালো সন্চালক। http://twitpic.com/5arcqj许多人参加今日活动,Alaa Abd El Fattah很擅于带领活动。
18আর মাই জিনির মতো ব্যবহারকারিরা বলেছেন যে:Mai Zeiny觉得:
19#টুইটনাদোয়া বড় সাফল্য পেয়েছে, তাহরিরের মূল ভাব ফিরে এসেছে। অংশগ্রহনকারীদের মধ্যে ভিন্নতা আর দারুন আলোচনা!活动大为成功,革命抗争现场精神重现,与会者很多元,对话很精神,谢谢主办人!
20ধন্যবাদ @আলা @মানাল আর সবাইকে主办人则保证未来还会有下一场活动:
21আব্দেল ফাত্তাহ জানিয়েছেন যে আবার এই ধরনের টুইটারের আলোচনা হবে: দারুন একটা #টুইটনাদোয়া অনুষ্ঠানের জন্যে সবাইকে ধন্যবাদ, আমরা ইন্টারনেট বিহীন কিন্তু শীঘ্র পরেরটার কথা আলোচনা করবো।整场活动很棒,感谢所有团队,虽然我现在没有網絡连线,但我们很快会筹备下一场。
22এরপর তিনি আবার ভার্চুয়াল পৃথিবীর কাছে ফিরে যান।至此他就回归網絡世界了。