# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়ার প্রধান পুলিশ কর্মকর্তা পদে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ রয়েছে যে সে হয়ত ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত | 印度尼西亚警察总长人选卷入贪污丑闻 抗议者在雅加达举行集会,要求一个廉洁的新国家警察总长。 |
2 | নতুন, পরিষ্কার ভাবমূর্তি সম্পন্ন এক পুলিশ প্রধানের দাবীতে ইন্দোনেশিয়ার একটিভিস্টরা জাকার্তায় এক মিছিল করেছে। ছবি নুগোরোহ বুদিয়ানঙ্গগোরোর কপিরাইট @ডেমোটিক্সের (১/১৮/২০১৫) | 照片来自Nugroho Budianggoro,版权@Demotix (1/18/2015) |
3 | দূর্নীতি নির্মূল কমিটির (কেপিকে) মতে পুলিশের কমিশনার জেনারেল বুদি গুনাওয়ান, দেশটির পুলিশ সদর দপ্তরে কাজ করার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু প্রশ্নবোধক লেনদেন সম্পন্ন হয়েছিল। | 印度尼西亚警察总长的唯一被提名人刚被该国反贪污机关列为一宗贿赂丑闻的疑犯,导致许多印度尼西亚人要求总统佐科‧维多多(Joko Widodo, 又称佐科威, Jokowi)取消对他的提名,并任命一个纪录清白的警察总长。 |
4 | ইন্দোনেশিয়ার দূর্নীতি পর্যবেক্ষণ (আইসি ডাব্লিউ) সংস্থা এবং ইন্দোনেশিয়ার অর্থনৈতিক লেনদেন বিষয়ক সংবাদ ও বিশ্লেষণ কেন্দ্র (পিপিএটিকে) এই বিষয়টিকে সমর্থন করেছে। | 一份报告已经呈交给总统,但向国会提名Gunawan的行动并未撤回。 国家警察局长责怪反贪委员会和金融交易举报及分析中心延误呈交Gunawan的纪录。 |
5 | এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট প্রদান করা হয়েছে, কিন্তু সংসদ থেকে গুনাওয়ানের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি। | 不过,金融交易举报及分析中心的首长Muhammad Yusuf表示他们在去年十月就已经呈交了正式报告。 |
6 | জাতীয় পুলিশ কমিশনার (কমপোলনাস) গুনাওয়ান বিষয়ে তথ্য দেরিতে প্রদান করার কারণে কেপিকে এবং পিপিএটিকে নামক সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছে। | Gunawan曾担任印度尼西亚斗争民主党(PDIP)领袖暨前总统梅嘉娃蒂•苏卡诺普特丽(Megawati Soekarnoputri)的副官。 |
7 | কিন্তু পিপিএটিকে-এর প্রধান মুহাম্মদ ইউসুফ বলেন যে গত বছরের অক্টোবর মাসে তার প্রতিষ্ঠান এই বিষয়ে আনুষ্ঠানিক পরামর্শ প্রদান করেছিল। | 该党曾在总统选举中支持佐科威。 不过许多印度尼西亚人提醒佐科威,他应该向人民,而非拥护他的政党负责: |
8 | গুনাওয়ান, প্রাক্তন রাষ্ট্রপতি মেঘবতী সুকার্নোপুত্রীর সহকারী হিসেবে কাজ করেছে, যে মেঘবতী ইন্দোনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি অফ স্ট্রাগল (পিডিআইপি) নামক দলের নেত্রী, আর এই দলটি রাষ্ট্রপতি নির্বাচনে জোকোউই-এর প্রার্থীতা সমর্থন করেছিল। | 永远记住,佐科•维多多先生,你没有欠梅嘉娃蒂或斗争民主党任何东西,你应该向人民负责。 |
9 | তবে অনেক ইন্দোনেশীয় নাগরিক জোকোউইকে স্মরণ করিয়ে দিচ্ছে, যারা তাকে সমর্থন প্রদান করেছে সেই সমস্ত রাজনীতিবিদের কাছে নয়, বরং তার জবাবদিহিতা জনতার কাছে: | 一场促请佐科威取消Gunawan候选人资格的请愿运动已经获得27,000人联署: |
10 | জনাব জোকো উইদোদো, মেঘবতী অথবা পিডিআইপি-এর কাছে আপনি ঋণী নন, আপনার সকল ঋণ জনতার কাছে। | 我们达到了2万7千! |
11 | গুনাওয়ানের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়ে জোকোউইকে লেখা এক দরখাস্তে ইতোমধ্যে ২৭,০০০ জন নাগরিক স্বাক্ষর করেছে: | 请支持这项联署活动。 #cleannationalpolice |
12 | ইতোমধ্যে ২৭,০০০ নাগরিক এই দরখাস্তে স্বাক্ষর করেছে। | 很多人亦就反贪委员会在政府各部门打击贪污的努力表示支持: |
13 | এই দরখাস্তের প্রতি সমর্থন প্রদান করুন। | 我们拜访了反贪委员会并支持他们。 |
14 | সরকারের সকল বিভাগ থেকে দূর্নীতি দূর করার বিরুদ্ধে লড়াই-এ কেপিকে নামক সংস্থার প্রতি অনেকে তাদের সমর্থন প্রকাশ করেছে: | 一个廉洁的警察(组织)是必要的。 |
15 | আমরা কেপিকে-এর সামনে এসে এসে হাজির হয়েছি এই সংস্থার প্রতি সমর্থন প্রকাশ করতে। | #withdrawbudi |
16 | দুর্নীতিমুক্ত পুলিশ (বিভাগ) আবশ্যই প্রয়োজন। | 考虑到曾任职印度尼西亚首都雅加达首长的佐科威是以其改革派形象、非传统领导而成名,选择Gunawan成为警察总长的决定就更让人惊讶。 |
17 | জোকাউই-এর অবস্থান বিবেচনা করলে, গুনাওয়ানকে তার পুলিশ বাহিনির প্রধান হিসেবে বেছে নেওয়া খানিকটা বিস্ময়কর বটে, যে জোকাউই দেশটির রাজধানী জাকার্তার প্রাক্তন গর্ভনর হিসেবে কাজ করেছেন। | 佐科威胜选后,曾介绍了”Nawa Cita”,或称九个主要行政议程的概念,当中包括了改革行政系统和根除所有执法机关内的贪腐问题。 |
18 | সংস্কার-পন্থী এবং নতুন ধারার নেতা হিসেবে তিনি সুপরিচিত। | 在Gunawan贪污的新闻爆发后,很多人质问佐科威是否已经放弃了”Nawa Cita”的理念: |
19 | রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর, তিনি “নয়া সিটা” অথবা নয়টি প্রাথমিক প্রশাসনিক বিষয়সূচি নামক ধারণার সাথে সবার পরিচয় করিয়ে দেন, যার মধ্যে পদ্ধতিগত সংস্কার এবং সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্নীতিমুক্ত করার বিষয়ও অর্ন্তভুক্ত ছিল। | 不要违反Nawa Cita,向Budi Gunawan说不。 |
20 | দূর্নীতি দমন বিভাগের গুনাওয়ানের এই কলঙ্কের বিষয় তালিকাভুক্ত করার সংবাদ ছড়িয়ে পড়লে, অনেকে প্রশ্ন করা শুরু করে যে জোকোউই ইতোমধ্যে তার “নয়া সিটার” চিন্তা থেকে সরে এসেছে কিনা: | #cleanpolice #withdrawlbudi #policechiefnominee |
21 | “নয়া সিটা” লঙ্ঘন করবেন না, বুদি গুনাওয়ানকে না বলুন। | 部落客Ferizal Rami为任命Gunawan的阴暗面表达了他的看法: |
22 | গুনাওয়ান-এর নিয়োগের ক্ষেত্রে যে অস্পষ্টতা, সে বিষয়ে ব্লগার ফেরিজাল রামি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরছে: | 斗争民主党并非由佐科威,而是由梅嘉控制。 |
23 | জোকোউই, পিডিআইপি, বা মেঘবতীকে কাউকেই নিয়ন্ত্রণ করে। | 官僚并不愿意亲近佐科威,因为他的很多政策攻击了他们的舒适圈。 |
24 | আমলাতন্ত্র জোকোউয়ইকে তার এই সকল কাজ শেষ করতে দিতে অনিচ্ছুক, কারণ তার অনেক নীতি আমলাতন্ত্রের আরামে এই ধরনের কাজ করাকে হারাম করতে যাচ্ছে। | 现在[我们可以看见]如果佐科威违抗梅嘉,取消Budi Gunawan的任命,那他便是作出政治自杀。 |
25 | জোকাউই এই অবস্থায় যদি [আর আমরা যা দেখতে পাচ্ছি] যদি বুদি গুনাওয়ানের প্রার্থীতা প্রত্যাহার করে মেঘবতীকে উপেক্ষা করে, তাহলে বিষয়টি তার জন্য হবে এক রাজনৈতিক আত্মহত্যার শামিল। | 我们都清楚梅嘉卷入了印度尼西亚银行流动性支持(BLBI)的丑闻,反贪委员会正在调查此案。 |
26 | আমরা সকলে জানি যে মেঘবতী বিএলবিআই কেলেঙ্কারিতে জড়িত ছিল, যা এখন কেপিকে-এর সক্রিয় অনুসন্ধানের তালিকায় রয়েছে। | 梅嘉极有可能需要一座堡垒来保护自己,在这个情况下,即是一个会向任何有胆量尝试窥探BLBI案的人作出攻击的警察总长。 |
27 | মেঘবতীর নিজের জন্য নিজেকে রক্ষা করার বিষয়টি অত্যন্ত জরুরী, আর এই অবস্থায় সকলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা জাতীয় পুলিশ প্রধানকে বিএলবিআই-এর ঘটনায় নাক গলাতে হবে। | 在此时,我认为佐科威够聪明,为了避开不可能的情况而作出不受欢迎的决定。 |
28 | এই ক্ষেত্রে আমি মনে করি জোকোউই এক অজনপ্রিয় সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে অসম্ভব এক পরিস্থিতিকে এড়িয়ে সক্ষম হবে। | Jokowi对公众骚动作出的回应是推迟对Gunawan的任命,直到反贪委员会完成调查。 |
29 | জোকোউই জনতার এই ক্ষোভের প্রতি সাড়া দিয়েছেন এই ভাবে যে কেপিকে নামক সংস্থা যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে তাদের তদন্ত সমাপ্ত করছে, ততক্ষণ পর্যন্ত গুনাওয়ানের নিয়োগ স্থগিত রাখা হবে। | 译者:Leung Wai Tsing 校对:Mia Shih |