# | ben | zhs |
---|
1 | অনলাইনে কপিরাইট জোরদার করতে রাশিয়াতে “ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি” চালু ছবিঃ তাতিয়ানা লকোট | 俄国将运用「数位指纹」,网路盗版无所遁形 |
2 | রাশিয়ার উপমন্ত্রী এলেক্সেই ভলিন শুক্রবার বলেছেন, যোগাযোগ এবং প্রচার মাধ্যম মন্ত্রনালয় রাশিয়াতে থাকা মেধা সম্পত্তি অধিকার প্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কিত তথ্য সম্বলিত একটি তথ্যতালিকা গ্রন্থ তৈরি করবে। | |
3 | আরএপিএসআই এর প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল আঙ্গুলের ছাপ নীতির উপর ভিত্তি করে সম্ভবত এ ধরণের তথ্যতালিকা গ্রন্থ তৈরি করা হবে এবং “অনলাইন কপিরাইট ফাইলগুলো চিহ্নিত করতে এবং সুরক্ষিত রাখতে” এটি ব্যবহৃত হবে। | |
4 | উপমন্ত্রী ভলিন বলেছেন, মেধা সম্পত্তি অধিকার প্রাপ্তদের অনেকেই চুরি হয়ে যাওয়ার ভয়ে তাঁদের মেধা সম্পত্তির একটি ডিজিটাল আঙ্গুলের ছাপ দিতে ভয় পাচ্ছেন। | |
5 | উপমন্ত্রী আরো বলেছেন, “ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি এমন একটি ব্যবস্থা যা একটি কাঙ্খিত সম্পত্তি চিহ্নিত করতে ব্যবহার করা যেতে পারে। | |
6 | বিশেষকরে সম্পত্তিটি অবৈধভাবে বণ্টন হওয়ার কোন রকম সম্ভাবনা ছাড়া।” | 图片由Tetyana Lokot 製作 |
7 | ভলিন আরও বলেছেন যে মন্ত্রণালয়টি শুরুতে বিশ্বাস করতো এই শিল্পে কারও একচেটিয়া অধিকার থাকা উচিৎ নয়। মেধা সম্পত্তি নিবন্ধিত করতে স্বতপ্রবৃত্ত হয়ে অবদান রাখতে হবে এবং সমগ্র সেক্টরের স্বার্থে এটিকে কাজে লাগাতে হবে। | 俄国多媒体通讯部部长Alexei Volin在星期五发佈一项关于保护智慧财产权的新对策,据俄罗斯法律信息研究所(RAPSI)的报告中指出这项政策的实施要点在于运用「数位指纹」夹带智慧财产的讯息,这项技术能追踪与保护放置在网路上的着作权。 |
8 | ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি এমন একটি কৌশল যা ডিজিটাল ভিডিও এবং অডিও ফাইলের বিভিন্ন অনন্য উপাদান চিহ্নিত করতে এবং বের করে নিয়ে আসতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকে। | |
9 | এরপর বিভিন্ন অনলাইন প্রচারসূচীর গমনপথ অনুসরণ করতে এই অনন্য “আঙ্গুলের ছাপনীতিটি” ব্যবহার করা যায়। | 有许多网路创作者担心一但提供了智慧财产的数位指纹就会被剽窃,Volin部长为此解释「数位指纹能追踪特定目标并区分潜在的违法侵权」,并表示且为了能让此新技术更广泛的被应用于保护网路智慧财产权上,鼓励各个有意愿发展数位指纹一同创造出对创作者友善的网路环境。 |
10 | ফিল্ম স্টুডিওগুলো বিভিন্ন ওয়েবসাইটে তাঁদের ফিল্মের কপিগুলোর সঠিক অবস্থান খুঁজে বের করতে এবং তাঁদের কপিরাইট জোরদার করতে ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি ব্যবহার করে। এক্ষেত্রে ভিডিও আপলোডের ক্ষেত্রে ব্যবহৃত অডিও চিহ্নিত করতে এবং কপিরাইট লঙ্ঘন পরীক্ষা করতে ইউটিউবের প্রচারসূচী আইডি এবং ভিডিওর কপিরাইট ম্যাচ, অডিবল ম্যাজিকের অডিও আঙ্গুলের ছাপনীতি যন্ত্র ব্যবহার করে থাকে। | 数位指纹这项软体技术能在影片或音讯上分析萃取出独特的元素,这些独特的「指纹」能够用来追踪网路内容,电影工作室运用数位影片指纹在数以千计的网站中执行自己的着作权利,例如YouTube的内容识别系统(Content ID)与 Vimeo的着作权配对(Copyright Match)也运用Audible Magic's 音源指纹技术来过滤每一个上传的影片以检查是否有侵权。 |
11 | কপিরাইট অধিকারী ব্যক্তিদের রাশিয়ান ইউনিয়ন সম্প্রতি “ইন্টারনেট ট্যাক্স” পদ্ধতি চালু করার প্রস্তাব করেছে। | 俄国联合着作权在近期也提议向网路使用者徵收网路税,用以解决任何在网路上无断转载的网路问题,也不管使用者是否有无使用其着作权,然而此提案引起业界代表和政府机关的反对声浪不断,这项提议似乎最终被搁置在一旁。 |
12 | ইন্টারনেট ট্যাক্স পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন কপিরাইট প্রচারসূচীগুলোতে প্রবেশ করতে হলে সকল ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে অভিযুক্ত করার পরামর্শদানকারী একটি কম্বল সমাধান। | |
13 | ব্যবহারকারীরা কপিরাইট প্রচারসূচীটি ব্যবহার করছে কিনা তাঁর উপর ভিত্তি করে নয়, বরং প্রবেশ করলেই এটি অভিযুক্ত করার সুপারিশ করে থাকে। শিল্প প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের তীব্র সমালোচনার পর ধারণাটি স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। | 俄国反盗法在2013年八月一日起生效,与全球之声回声计画(RuNet)站在对立面,除此之外,这项法律规范网路服务提供者与网路平台管理员,他们必须更审慎地检视他们所提供的网路平台中是否有侵权的音乐、影片和其他着作权物,否则将给予警告并且下架含有侵权物的页面。 |
14 | রাশিয়ান পাইরেসি-বিরোধী আইনটি ২০১৩ সালের ১ আগস্ট তারিখ থেকে কার্যকর হয়েছে এবং রুনেটে বিরোধী দলের তোপের মুখে পরেছে। | 一个新的法律修正案将在2015年五月生效,新的法律修正案将会立即封锁无断转载的网站。 |
15 | অন্যান্যের মধ্যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং হোস্টিং প্ল্যাটফর্মগুলো তাঁদের প্ল্যাটফর্মে পাইরেটেড প্রচারসূচী পরিবেশন এবং পাইরেটেড গান, ভিডিও ও অন্যান্য উপাদান সংবলিত ওয়েবসাইট এবং ওয়েব পেইজ নিচে নামানোর জন্য দায়ী। | |
16 | আইনটির নতুন একটি সংশোধনী ২০১৫ সালের মে মাস থেকে কার্যকর হবে। পাইরেটেড প্রচারসূচী সংবলিত ওয়েবসাইটগুলোকে বার বার কপিরাইট লঙ্ঘনের দায়ে দ্রুত বেগে বন্ধ করে দেয়ার অনুমতি এই আইনে দেয়া হয়েছে। | 译者:Allen Fox 校对:Bamboo Hsu |