# | ben | zhs |
---|
1 | যুক্তরাষ্ট্র: আদিবাসী যুব প্রচার মাধ্যম প্রকল্প ইতিহাস পুনরুদ্ধার করছে | 美国:原住民年轻人历史媒体计划 |
2 | ভিডিও, নাভায়ো ইনডিয়ান সম্প্রদায়ের তরুণদের সাথে তাদের পূর্বপুরুষদের এক যোগাযোগ আর জাতির ইতিহাস জানার মাধ্যমে পরিণত হয়েছে, যা, এক হলুদ রমণীর গল্প নামক ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে। | 美国纳瓦霍(Navajo)族透过“黄色女子”的故事影片,让年轻人能够连结祖先及族人历史。 |
3 | ভিডিও নির্মাণের সময় কামিলে মানিবেডস তাসো। | Camille Manybeads Tso影片制作过程 |
4 | ওয়েভস অফ চেঞ্জ আমাদের রাচেল তাসোর গল্প বলছে, যে নারী অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া (তোমার পিঠে বহন করা প্রচার মাধ্যম) নামক প্রতিষ্ঠানের এক প্রকল্পের মাধ্যমে আদিবাসী তরুণদের চলচ্চিত্র নির্মাণ এবং তা কি ভাবে প্রচার মাধ্যমে বিতরণ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই বিশেষ কাজ, আমাদের কামিলে মানিবেডস তাসো নির্মিত এক গল্পের ভেতরে নিয়ে যায়, যা তার দাদীর মায়ের গল্প এবং এর মধ্যে দিয়ে সে এক তারুণ্য নির্ভর পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করে, যার নাম: এক হলুদ রমণীর পদক্ষেপের মাঝে (ইন দি ফুটস্টেপ অফ ইয়োলো ওমেন)। | Waves of Change指出,Rachel Tso与Outta Your Backpack Media合作,训练原住民年轻人学习制作影片及媒体发行,在这个案例中,Camille Manybeads Tso因此制作自己曾祖母的故事,这部《黄色女子的足迹》后来也获奖。 |
5 | এই চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায়, রাচেল ২টি ভিন্ন ভিন্ন ভিডিও ধারণ করেছে, যা প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাণের ধাপগুলোকে। এটি তার গবেষণার বিষয়ও বটে। | Rachel也用三段影片记录影片制作过程,呈现其中不同阶段,影片后来也成为她的论文内容。 |
6 | অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া আদিবাসী যুব সম্প্রদায়কে ভিডিও নির্মাণ এবং সেগুলোকে প্রচার মাধ্যমে বিতরণে সাহায্য করে থাকে। এই সব ভিডিও তাদের আগ্রহের সাথে সম্পৃক্ত এবং এগুলো তাদের চেতনা এবং কণ্ঠস্বরে প্রতিচ্ছবি। | Outta Your Backpack Media协助原住民年轻人制作与发行媒体,不仅与他们的兴趣相关,并反映他们关心的议题与意见,更多影片请见Outta Your Backpack的YouTube频道。 |
7 | আপনি অট্টা ইয়োর ব্যাকপ্যাক-এর আরো ভিডিও, তাদের ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। | 校对:Soup |