Sentence alignment for gv-ben-20110222-15956.xml (html) - gv-zhs-20110222-7770.xml (html)

#benzhs
1ভিয়েতনাম: দুর্নীতির প্রতিবাদে গায়ে আগুন ধরিয়ে আত্ম-হনন সূত্র: http://www.facebook.com/ngochoang.qb.vn越南:自焚反贪腐
2পাহাম তাহনহ সন ভিয়েতনামের এক প্রকৌশলী। দৃশ্যত স্থানীয় কৃর্তপক্ষ দ্বারা তার পারিবারিক সম্পত্তি জব্দ করে নেবার প্রতিবাদে, সে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।照片来源:http://www.facebook.com/ngochoang.qb.vn
3ব্লগ ডানলাম্বাও-এর (যার অর্থ নাগরিক সাংবাদিকেরা) সূত্রানুযায়ী, ১৭ ফ্রেব্রুয়ারি তারিখে বেলা ১২. ৩০ মিনিটে ভিয়েতনামের পঞ্চম বৃহত্তম শহরের পৌরসভার সামনে সন নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।越南工程师Pham Thanh Son日前引火自焚,以抗议地方政府没收家族财产。
4একই দিনে, সকাল বেল সন তার আবেদনপত্র নিয়ে দা নাং শহরের পিপলস কমিটি নামক প্রাদেশিক পরিষদের কর্তাদের সাথে দেখা করেন। সেখানকার কর্তাব্যক্তিরা তার আবেদনে কর্ণপাত করেনি এবং এর পর রাস্তার পাশে হাঁটা পথের উপর গিয়ে তরুণ এই প্রকৌশলী নিজের গায়ে এবং তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।Danlambao(意为“公民记者”)博客指出,自焚事件发生于2月17日中午十二点半,位于越南第五大城岘港(Da Nang)的市政厅外,他当天曾前往“人民委员会”提出申诉,但官方拒绝受理,让这位年轻工程师在路旁人行道上点燃自己和机车。
5দা নাং-এর পিপলস কমিটির বাইরের দৃশ্য।岘港人民委员会外
6টিয়ু ডিয়ু নামক এক ফেসবুকার (এই নামে ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি) অনলাইনে ছবিটি পোস্ট করেছে।Facebook用户Tieu Dieu张贴相关照片。
7আরেকজন প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি ভিডিওতে ধারণ করেছে।另一名目击者则录下影片。
8এই ঘটনা সম্বন্ধে পুলিশ প্রথমে ধারণা দেয় যে, সনের মৃত্যু একটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা।警方原本指称死因是一般交通事故,官方亦声称这位工程师患有“心理问题”。
9এছাড়াও সেখানকার পৌর কর্তৃপক্ষ সনকে “মানসিক সমস্যা যুক্ত” এক ব্যক্তি হিসেবে বর্ণনা করে।政府据称亦在他的住家外布署便衣警察,并限制家属接见访客。
10ইতোমধ্যে কর্তৃপক্ষ, সনের পরিবারিক বাসভবনের চারপাশে সাদা পোশাকের পুলিশ পাঠিয়ে দেয় এবং এই পরিবার যাতে অতিথিদের ঘরে প্রবেশ করতে দিতে না পারে, তার জন্য পরিবারের কার্যক্রমকে সীমাবদ্ধ করে ফেলে।
11ডানলাম্বাও সংবাদ প্রদর্শন করেছে:Danlambao指出:
12এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে, কায়ু রোং (ড্রাগন সেতু ) নামক প্রকল্পের সাথে জড়িত দুর্নীতির কারণে। জানা গেছে যে পাহাম তাহনহ সনের পরিবার তাদের এই সম্পত্তির উপযুক্ত ক্ষতিপূরণের জন্য আবেদন করে।这件憾事背后的原因在于Cau Rong建桥计划贪污情况严重,他的家族屡屡要求获得合理补偿,但毫无下文,政府依然照计划动工。
13তাদের এই আবেদন কর্তৃপক্ষের টেবিলের তলায় চাপা পড়ে থাকে, আর কর্তৃপক্ষ এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে থাকে। দা নাং নামক শহরটি ভিয়েতনামের সমুদ্র উপকুলের মাঝ বরাবর অবস্থিত।岘港位于越南中部海岸,当地目前处处是工地,Cau Rong计划自2009年启动,预计在汉江上兴建长667公尺的大桥,地方政府宣称已妥善补偿及安置居民。
14এটি ভিয়েতনামের অন্যতম এক শহর, যেখানে দ্রুত ভবন গড়ে উঠছে।近年来,岘港及越南各地许多农民及市区居民都抱怨土地遭强制征收,并发动小规模抗争。
15২০০৯ সালে সেখানকার হান নদীর উপর ৬৬৭ মিটার লম্বা কায়ু রোং নামের একটা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা বর্তমানে সম্পন্ন হয়েছে।校对:Portnoy
16পৌর কর্তৃপক্ষ দাবি করেছে তারা এই নির্মাণ কাজের ফলে ক্ষতিগ্রস্তদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করেছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের পুনরায় নতুন স্থানে বসতি গড়ে দিয়েছে।
17সাম্প্রতিক বছরগুলোতে, দা নাং এলাকার অনেক কৃষক এবং শহরের বাসিন্দা কর্তৃপক্ষ কর্তৃক ভূমি অধিগ্রহণ করার বিষয়ে অভিযোগ করছে এবং এই কারণে তারা ছোট ছোট কিছু বিক্ষোভ আন্দোলনের আয়োজন করেছে।