# | ben | zhs |
---|
1 | জর্দান: পোষাক, লোগো এবং ট্রাফিক আইন লংঘন আপনি যে রঙের জামা পরেন তা কি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে? | 约旦:衣服,标志与交通违规者 |
2 | কৌতুহলকজনভাবে আরব অবজারভার বিষয়টি তুলে এনেছে: সাধারণত অমি প্রচলিত জিনসের প্যান্ট এবং রঙ্গীন জামা পরি। | 你所穿的颜色反应你的个性吗? |
3 | এখন থেকে বেশ কয়েক বছর আগে যখন আমি কলেজে পরতাম তখন আমরা জামার রং পছন্দ কবার ক্ষেত্রে আমি মাত্র কয়েকটি বিবর্ণ রং-এর উপর নির্ভর করতাম। | |
4 | সে সময় ধূসর, কালো এবং নীল ছিল পুরুষদের জন্য সাধারণভাবে নির্ধারিত রং। পরে বসিনি, পুল এন্ড বিয়ার এবং জারা নামক ব্যান্ডগুলো আমাদের কাপড়চোপড় এ রং নিয়ে এলো। | The Arab Observer一篇有趣的文章里提到这个问题: |
5 | এরপর থেকে আমার মতো অনেক তরুণ নতুন ভাবে রংকে অবিস্কার করলো এবং গ্রহণ করলো। | 我通常都穿时髦的牛仔裤搭配鲜艳的衬衫。 |
6 | তবে সেই রংহীন পোশাক এখনও আমাদের প্রথা ও পৌরুষের প্রতীক। আমাদের অনেকের মধ্যে এখন বিদ্যমান রয়েছে যে পুরুষের অবশ্যই লাল এবং গোলাপী বর্ণের-এর পোশাক পরবে না। | 几年前,还在读大学时,我选择的衬衫仅限于少数的黯淡色彩,当时男性普遍穿灰色、黑色和蓝色。 |
7 | নতুন প্রজন্মের বিদ্রোহী অনেকে সামাজিক প্রথার মধ্যে আটকে থাকতে চান না এবং ঐতিহ্যবাহী পোশাক অনুসরণ করে যা আমরা পরি, এখন রঙীন জামা পরা প্রচলন হয়ে দাড়িয়েছে। আমাদের স্টাইল এবং ফ্যাশন জানায় আমরা পৃথিবীর কোথায় আমাদেরকে দেখতে চাই। | 后来,当Bossini、Pull n Bear和Zara为衣服带来色彩时,许多跟我差不多年纪的年轻人都不太愿意购买,因为黯淡的颜色还是代表刚毅的一种基准。 |
8 | বেশ কিছু লোক বর্তমানে সারা পৃথিবীতে ফ্যাশানের যে ধারা চলছে তার প্রতি একটা নেশা তৈরী করে। | 男人不该穿红色或粉色,这一点还是存在于许多人的认知里。 |
9 | স্টাইল এর প্রতি যারা ভক্ত তাদের জন্য একটা নতুন ব্লগ হলো স্টাইলোহোলিক (স্টাইলের প্রতি নেশাগ্রস্থতা)। যারা এই ব্লগে লিখেন সেই স্টাইলহোলিক লেখকদের বক্তব্যে মনে হয় গ্ল্যামার বা চাকচিক্যময়তাই বাস্তবতা। | 对那些新一代的、叛逆的人来说,想要表达他们不遵从基准,不采用传统的穿着,色彩鲜明的衣物变成一种流行。 |
10 | আমি সাধারণত ফ্যাশনব্লগের ভক্ত নই, কিন্তু এই ব্লগটি বেশ কৌতুহলজনক। | 我们的风格与时尚传达我们想要处于世界的什么位置,有些人对世界各地的时尚风格都非常入迷。 |
11 | এই ব্লগে গিয়ে দেখুন। লাস আমাদের কাছে আম্মান শহরের লোগো বা প্রতীক নিয়ে এসেছে। | Styloholic是一个给时尚迷的新博客,魅力似乎是styloholic作者的归属感。 |
12 | এই প্রতীক এর উন্নয়ন কর্ম চলার সময় গ্লোবাল ভয়েসেস এর উপর রিপোর্ট করেছিল এবং এখন শহরের এই প্রতীকটিই নির্বাচিত হয়েছে। | |
13 | শহরের প্রতীক এমন প্রতীকচিহ্ন যা একটি শহরের সাথে এমনভাবে যুক্ত যা মানুষের কাছে তার নাম বা পরিচয়ের মতো। | |
14 | এটি একটি স্বাক্ষর, একটি পরিচয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শহরেরর জন্য এই প্রতীক চিহ্ন অনেক বড় এক জায়গা তৈরী করে। কোন এক শহরের প্রতীক একটি একক ধারণা নয়। | 我通常不怎么读时尚博客,但这一个很有趣,可以看看。 |
15 | এটি এমন কি কোন কিছু নয় যা একত্রে বিশৃংখলভাবে রাখার মতো বিষয়, কোন ঘটনার মাধ্যমে বদলানোর, অথবা কোন গভীর চিন্তা বা বিবেচনা ছাড়া পাল্টানোর কোন বিষয়ও এটি নয়। একটি শহরের প্রতীক একটি সরকারি ও আনুষ্ঠানিক বিষয় এবং এই প্রতীক দিয়ে শহরটি অন্তত সবার কাছে পরিচিত হবে। | Lass提到安曼(约旦王国首都)的标志,还处于构想阶段时,全球之声就已作过报导,现在结果出来: |
16 | কোন শহরের প্রতীক বদলের চেষ্টা এমন এক প্রচেষ্টা যা জিএএম (কতৃপক্ষ) হাততালির মধ্যে দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দায়িত্বশীলতার বিষয় রয়েছে এবং এই দায়িত্ব অবশ্যই অনেক বেশী পেশাগতভাবে পালন করতে হবে। | 城市标志就像是一个人的名字、签名、身分,最重要的是它应该代表一个巨大的实体,而不是单一的认知,它的产生不应该是随意地、偶然地或没有深思熟虑过,它不是一个美术作业或平面设计比赛,城市标志是法定的、正式的,至少它被认为是这样的。 |
17 | আমি মনে করি তারা হঠাৎ করে মাথাঘামিয়ে কাজ করার বদলে আজীবনের জন্য কোন প্রতীক তৈরী করার ক্ষেত্রে আরো বেশী দায়িত্বশীল হবে। আমরা এখন যে ভাবে আম্মান শহরকে পছন্দ করছি অন্তত সে ভাবেই তার প্রতীক তৈরী হবে। | 改变城市标志对GAM来说是值得表扬的,但决定就是责任,而这个责任应该要以专业对待,我希望他们能够更审慎处理这个终身的遗产,而不只是最近在安曼常见的一瞬间、短暂的灵机一动! |
18 | জর্দানের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন কিনজি, তা হচ্ছে জর্দানের ট্রাফিক আইন লংঘন। | kinzi提到对约旦的一个重要问题,那就是交通违规,每年造成许多人死亡: |
19 | জর্দানের ট্রাফিক ব্যবস্থা বছরে অনেক মৃত্যুর কারণ ঘটায়: | 我是不是遗漏了什么? |
20 | আমি কি এখানে কিছু উপস্থাপন করতে ভুলে গেছি ? | 一个重要的细节? |
21 | কোন গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয়? | 文化线索? |
22 | কোন সংস্কৃতিক সুত্র? | 被我的雷达忽略的一个传统? |
23 | কোন ঐতিহ্যবাহী প্রথা যা আমারা চিন্তার বাইরে দিয়ে যাচ্ছে? | 交通违规者给每个路人带来麻烦,他们要付出代价。 |
24 | ট্রাফিক আইন লংঘন রাস্তায় সবার জন্য সমস্যার কারণ ঘটায়। এর জন্য অবশ্যই তাদের মূল্য দিতে হবে। | 但是当然,我们不想让任何人必须为自己的不良行为负责任,那大概会很丢脸。 |
25 | কিন্তু অবশ্যই, আমি মনে করি আমরা চাইনা কেউ নিজের খারাপ ব্যবহারের দায়িত্ব না নিক। এটি অবশ্যই লজ্জাজনক। | 校对:nairobi |