# | ben | zhs |
---|
1 | লেবানন: বাতাস বিক্রি হচ্ছে | 黎巴嫩:贩卖空气 |
2 | এবার আমরা আপনাদের একটি উদাহরণ দেখাব যে লেবাননীরা কি পরিমাণ পরিশ্রমী হতে পারে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তাদের দেশপ্রেম দেখানোতে অথবা টাকা রোজগারের উপায় বের করাতে। | |
3 | মিস রাশা নাজ্জার বাতাস ক্যানে ভরে রপ্তানী করার ভাবনাটি প্রথম উদ্ভাবন করেছেন। | |
4 | এখন তাই ক্যানে ভরা লেবাননের বাতাস রপ্তানী হয়ে প্রবাসী লেবাননীদের কাছে বিক্রি হয়। | |
5 | স্টাফ লেবাননী পিউপল লাইক ও রাম্বলিং অফ এ লেবাননী হোপফুল ব্লগদ্বয় এই ব্যাপার নিয়ে লিখেছেন। ট্রাই ক্লপ ব্লগ এই হাওয়া লেবনান (লেবাননের বাতাস) ক্যানের উপর করা একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেছে এবং লিখেছে: | 这项趣闻或许能反映出,黎巴嫩人究竟多努力想出怪点子牟利,或展现民族主义精神:Rasha Najjar女士有天突发奇想,将空气封存于罐中外销,将本地罐装空气出口卖给海外侨民,Stuff Lebanese People Like与Ramblings of a Lebanese Hopeful博客很快便报导这项疯狂消息。 |
6 | লেবানীজরা যে কোন কিছু কিনতে ও বিক্রি করতে পছন্দ করে। লেবানীজরা বিশ্বাস করে তারা প্রাচীন কালের ফিনিশিয়ান ব্যবসায়ীদের মত। | Tri-Klop张贴「黎巴嫩空气」(Hawa Lebnan)的广告片段后表示: |
7 | তাই তাদের সময় কাটানোর উৎকৃষ্ট উপায় হাওয়া খাওয়া (রূপকার্থে) ছাড়াও তারা হাওয়া বিক্রি করাতেও সিদ্ধহস্ত। লেবানীজরা সফল হয়েছে লেবাননের বাতাস - হাওয়া লেবনান ক্যানে ভরতে এবং তাদের রপ্তানী করতে। | 黎巴嫩人喜欢买卖任何事物,也相信自己是古代腓尼基(Phoenician)海运贸易商的后裔,他们的娱乐除了「吃空气」(双关语,意指会说黎巴嫩语的人)之外,也开始贩卖空气,成功将黎巴嫩空气封存在罐中外销,罐子上还有黎巴嫩经贸部的标章。 |
8 | এই ক্যানে লেবাননী শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের সীলও রয়েছে। | Antoun则表示,黎巴嫩人的企业精神与勤奋其实与他人相同: |
9 | এদিকে ব্লগার আন্তুন লিখছে যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা: | 一个很热爱eBay的人告诉我,华人什么都愿意在网络上拍卖,只要价钱对了,「拍卖母亲也行」。 |
10 | ইবে (অনলাইন বাজার) চষে বেড়ানো আমার এক বন্ধু বলেছিল চাইনিজরা ইবেতে যে কোন কিছু বিক্রি করতে আগ্রহী। | |
11 | ভাল দাম পেলে তারা তাদের মাকেও বিক্রি করতে পিছপা হবে না। আমার উত্তর ছিল যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা। | 我的回答是,其实黎巴嫩人的企业精神与勤奋其实与他人相同,不过华人与黎巴嫩人最大不同之处在于,华人会遵守买卖原则,实品与相片一致,而黎巴嫩商人会想尽办法用计打败顾客,还要说服顾客他得到最好的价格与质量。 |
12 | তবে চাইনিজ এবং লেবানীজদের মধ্যে পার্থক্য হচ্ছে যে চাইনিজরা বিক্রিটা গুরুত্বের সাথেই শেষ করবে এবং আপনার মূল্য অনুযায়ী জিনিস পাবেন। | |
13 | অন্যদিকে লেবানীজ ব্যবসায়ী তার সর্ব প্রচেষ্টা দিয়ে ক্রেতাকে বোকা বানিয়ে তার কাছে জিনিসটি গছাবে এবং ক্রেতাকে তার পরেও বোঝাতে সক্ষম হবে যে সে খুব কম দামেই জিনিসটি পেয়েছে। | |
14 | উদাহরণ স্বরূপ: ‘হাওয়া লেবনান' বা ক্যানে লেবাননের বাতাস। রাশা নাজ্জার নাম্নী চতুর মহিলার মাথায় এই বুদ্ধি এসেছে। | 就例如「黎巴嫩空气」这个产品,想到这个点子的女士强调这不是营销技俩,而是种民族主义精神。 |
15 | তার মতে এটি চতুর বিপণন প্রচেষ্টা নয়, একটি দেশপ্রেমী প্রচেষ্টা। | 校对:Portnoy |