Sentence alignment for gv-ben-20131118-39993.xml (html) - gv-zhs-20131118-12969.xml (html)

#benzhs
1ছবিতে টাইফুনে বিধ্বস্ত ফিলিপাইন照片集:海燕台风将菲律宾村庄夷为平地
2উত্তাল ঝড়ের পর ট্যাক্লোবান শহর।风暴过后的独鲁万市。
3ফেসবুকের এবিএস-সিবিএন থেকে ছবি নেয়া হয়েছে। কয়েকদিন আগে ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে গেছে তীব্র গতির ঝড় (সুপার টাইফুন) হাইয়ান।照片:ABS-CBN 脸书
4এটি ভিসায়াস অঞ্চলের বেশিরভাগ দ্বীপেই রেখে গেছে ধ্বংসযজ্ঞের ছাপ।菲律宾总统在超级台风海燕(Yolanda)摧毁了维萨亚斯群岛中数个主要岛屿后宣布进入国难状态。
5সরকার পরিস্থিতিকে জাতীয় দূর্যোগ বলে ঘোষণা দিয়েছে।海啸般的暴风侵袭莱特岛和萨马岛,完全摧毁了岛上的社区,死亡人数估计恐怕超过万人。
6সুনামির মতো প্রবল ক্ষমতাসম্পন্ন এই ঝড়ে ল্যাইতে এবং সামার প্রদেশের মানুষদের বাস্তুচ্যুত করেছে।通往偏远乡镇的道路已受阻多日,电力也尚未恢复,我们透过记者和救难人员得知当地现况。
7তাছাড়া মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ।记者的照片揭露了更多灾害带来的惨状和苦难。
8রাস্তাগুলো দীর্ঘদিনের জন্য চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।记者 David Yu Santos 纪录了海燕台风第一个侵袭地点萨马岛东部吉万的状况。
9ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।以下是来自他的脸书的照片:
10সাংবাদিক এবং উদ্ধারকারীদের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের অবস্থা এখন জানা যাচ্ছে।萨马岛东部吉万,骑着机车的一家人。
11মানুষের দু:খ যন্ত্রণার আরো কিছু ছবি তুলে ধরা হলো এখানে।照片: David Yu Santos 脸书
12টাইফুন প্রথম আঘাত হেনেছিল সামারের পূর্বাঞ্চলের শহর গুইয়ানে।风暴过后女子在瓦砾中洗衣。
13সাংবাদিক ডেভিড য়ু সান্তোস সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন।照片: David Yu Santos 脸书
14নিচের ছবিগুলো তার ফেসবুক থেকে নেয়া:萨马东部吉万被毁的房屋。
15সামারের পূর্বাঞ্চলের গুইয়ানের একটি পরিবার মোটরবাইক চালাচ্ছে।照片: David Yu Santos 脸书
16ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস। ফেসবুক থেকে নেয়া।风暴过后的萨马东部吉万,一家人在街上行走。
17ঝড়ের পর ধ্বংসাবশেষের পাশে একজন মহিলা কাপড় পরিষ্কার করছেন। ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস।照片: David Yu Santos 脸书
18ফেসবুক থেকে নেয়া।居民在废墟中寻找有用的物资。
19সামারের পূর্বাঞ্চলের শহর গুইয়ানের একটি বাড়ির ধ্বংসস্তুপ। ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস।照片: David Yu Santos 脸书
20ফেসবুক থেকে নেয়া।萨马东部吉万空照图。
21ঝড়ের পর গুইয়ানের রাস্তায় এক পরিবার।照片: AFP 脸书
22ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস।同时来自班乃岛的 Kashmer Diestro 分享了海燕在罗哈斯市造成的灾情:
23ফেসবুক থেকে নেয়া।一辆三轮车经过罗哈斯市被摧毁的加油站。
24সামারের পূর্বাঞ্চলের শহর গুইয়ানের অধিবাসীরা ধ্বংসস্তুপের মাঝে দামি জিনিসপত্র খুঁজছেন।照片: Kashmer Diestro 脸书
25ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস।罗哈斯大道倾倒的电线杆。
26ফেসবুক থেকে নেয়া। ঝড়ের পর পাখির চোখে দেখা গুইয়ান!照片: Kashmer Diestro 脸书
27ছবি তুলেছেন ডেভিড য়ু সান্তোস।下面是一名义工留言给台风受灾民众的打气的照片:
28ফেসবুক থেকে নেয়া।Touching.
29রোক্সাস শহরে হাইয়ানের প্রভাব কেমন ছিল তারই কিছু ছবি তুলে ধরেছেন পেনাই দ্বীপের বাসিন্দা কাশ্মির ডিয়েস্ট্রো: রোক্সাস শহরের গ্যাস স্টেশনের ধ্বংসস্তুপের পাশ দিয়ে একটি অটোরিক্সা যাচ্ছে।Volunteers write encouraging messages on plastic bags of relief goods for #YolandaPH victims @News5AKSYON pic.twitter.com/54u87BqSDa - Patricia Ann Roque (@trish_roque) November 11, 2013
30ছবি তুলেছেন কাশ্মির ডিয়েস্ট্রো। ফেসবুক থেকে নেয়া হয়েছে।感人,义工在给海燕受灾民众的物资塑胶袋上写下鼓励的话。
31বিদ্যুতের খুটি রাস্তার ওপর ভেঙ্গে পড়েছে। ছবি তুলেছেন কাশ্মির ডিয়েস্ট্রো।@News5AKSYON pic.twitter.com/54u87BqSDa
32ফেসবুক থেকে নেয়া হয়েছে। টাইফুনে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতি জানিয়ে স্বেচ্ছাসেবকরা বার্তা পাঠাচ্ছেন।- Patricia Ann Roque (@trish_roque) 2013 年十一月十一日
33ছবিটি টুইটার থেকে নেয়া: হৃদয়বিদারক ব্যাপার।宠物也在风暴中死亡:
34টাইফুন আক্রান্তদের কাছে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। প্লাস্টিক ব্যাগের উপরে আশা জাগানিয়া বার্তা লিখছেন স্বেচ্ছাসেবকরা।Even pets paid a toll pic.twitter.com/fnW2uYQhjl - Jim Edds (@ExtremeStorms) November 10, 2013
35ঝড়ের আঘাতে মারা গেছে অসংখ্য জীবজন্তুও: ঝড়ের হাত থেকে নিস্তার পায়নি নিরীহ জীবজন্তুরা!宠物也难以幸免。pic.twitter.com/fnW2uYQhjl
36ঝড়ের সময়ে বারে বারে ভাগ্য-পরীক্ষা দিতে হয়েছে ফিলিপাইন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফারমিন কারানগানকে। তিনি লিখেছেন সে কথাই:- Jim Edds (@ExtremeStorms) 2013 年十一月十日
37…আমরা দেখলাম পানি আস্তে আস্তে আমাদের পুরো অফিসেই ঢুকে পড়লো। আমরা আবার এখান থেকে সরে পড়লাম।菲律宾军方的 Fermin Carangan 中校描述他在风暴中的痛苦经历:
38তারপর হঠাৎ লক্ষ করলাম, পানি বাড়ছে তো বাড়ছে।… 我们注意到水慢慢淹进办公室,所以又到外面去。
39এরপর আমরা বিল্ডিংয়ের সিলিংয়ের ওপরে উঠে যেতে বাধ্য হই। আমরা সিলিংয়ের ওপরে উঠতে একটি গর্ত করি।接着我们突然发现水越涨越高,使我们被迫爬上天花板,期间我们必须在天花板上挖洞才上的去,我最后一个爬上去。
40গর্ত দিয়ে আমিই সর্বশেষ উঠি। হঠাৎ-ই ভবনটি ভেঙ্গে পড়ে।忽然之间,建筑倒塌了,我看到同仁掉进汹涌的洪水和强风中。
41আমরা সহকর্মীরা পানিতে পড়ে যায়। তখন তীব্র বাতাস বইছিল।房子的屋顶没了,我抓住了一块木头 ── 是我在被强烈水流卷走前硬扯下来的支架。
42এর উপরে ভবনের আর কোনো ছাদ ছিল না।海上像是另一个地狱。
43আমি কোনোমতে ভবনের একটি কাঠের টুকরো ধরতে পেরেছিলাম- কিন্তু সেটা হাত থেকে ছুটে যায়।强力波浪从四面八方拍击,我们也被旋风无情的抛来抛去,且不得不喝了很多咸水。
44আমি পানির তীব্র স্রোতের মধ্যে পড়ে যাই।许多人志愿参加马拉松电视节目为受灾户募款。
45পানিতে ভেসে ভেসে সাগরে এসে পড়ি। সাগর আরেক নরককুণ্ড হয়ে ছিল সে সময়ে।Phillip Willard Medalla 描述他当义工的经验:
46চারদিক থেকে বিশাল সব ঢেউ এসে আমাদের ওপর আছড়ে পড়ছিল। আমরা যেন সেখানে খড়কুটোর মতো ভাসছিলাম।我和数百名打电话进来的人谈话,大多时候我双目含泪,但听着电话另一端那些因为绝望的悲剧而激动颤抖的声音表示愿意捐献和提供协助,我微笑了。
47আমরা লবণাক্ত পানি খাওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি!现实是虽然收到了很多捐款,但是需要帮助的受害者远多于此。
48টেলিথনের অনেক স্বেচ্ছাসেবী আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন। ফিলিপ উইলার্ড মেডালা ফেসবুকে তার স্বেচ্ছাসেবা'র অভিজ্ঞতা তুলেছেন:在波兰举行的联合国气候会议中,菲律宾政府的主要谈判员 Yeb Sano 发表了一场慷慨激昂的演讲,推动各国签署气候协议。
49আমি শ' খানেক মানুষের সাথে কথা বলেছি।他提到了菲律宾的风灾:
50বেশিরভাগ সময়েই অবর্ণনীয় দুর্দশার কথা বলতে গিয়ে আমার চোখে পানি জমেছে, গলা ধরে এসেছে।
51সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।我们不该再叫这些事件自然灾害。
52বাস্তবতা হলো, যাদের সাহায্য দরকার, তারা এখান থেকে অনেক দূরে রয়েছেন।当人们努力根除贫穷、追求发展,却被有史以来陆上最强烈的飓风重击,这不是自然。
53পোল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ফিলিপাইন সরকারের প্রধান আলোচক ইয়েব সানো ক্লাইমেট প্যাক স্বাক্ষর করার সময়ে আবেগাক্রান্ত ভাষণ দেন।
54সেখানে তিনি টাইফুনের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে আনেন: আমরা প্রাকৃতিক বিপর্যয় বন্ধ করতে চাই।科学告诉我们全球暖化会造成更强大的暴风,它们并非自然形成,当人类已经从根本上改变气候,这便不再是自然的了。
55মানুষ দারিদ্র্যের ঘেরাটোপ থেকে বের হয়ে আসার জন্য যখন সংগ্রাম করছে, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে, সে সময়ে দৈত্যের মতো এই ঝড় এসে আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে।
56এটা মোটেও প্রাকৃতিক ব্যাপার হতে পারে না।校对:Fen
57বিজ্ঞান যখন আমাদের বলছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝড় হচ্ছে, তখন এটাকে স্বাভাবিক ভাবা যায় না।
58মানুষরাই যখন জলবায়ুর পরিবর্তন ডেকে আনছে, তখন এটাকে আর প্রাকৃতিক বলা যায় না।