Sentence alignment for gv-ben-20090806-4783.xml (html) - gv-zhs-20090803-3367.xml (html)

#benzhs
1পুট ইট অন: বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের জন্যে অনলাইনে প্রতিযোগিতা এটি অর্থের বিনিময়ে একটি প্রচারণা।Put it On:全球影片大赛
2সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও ভাষায় যারা চলচ্চিত্র নির্মাণ করে, পুট ইট অন আশা করছে তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে।
3আপনি কি কখনো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার স্বপ্ন দেখেন?Put it On网站赞助全球之声宣传此次比赛,希望与世界不同地区、不同语言的导演接触。
4এটা আপনার জন্য এক সুযোগ?你是否曾梦想在纽约电影学院就读?
5আপনি কোথায় বাস করেন, কাজ করেন এবং ছবি বানান, সেটা কোন বিষয় নয়, পুট ইট অন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা আপনাকে সে সুযোগ উপহার দেবে: নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা বৃত্তি রয়েছে, যার জন্য কোন মূল্য প্রদান করতে হবে না এবং সেরা চলচ্চিত্র, শর্ট বা দৃশ্য ও সেরা অভিনেতাকে ৫০০০ আমেরিকান ডলার নগদ প্রদান করা হবে।
6দ্বিতীয় সেরা চলচ্চিত্র এবং দৃশ্য পাবে একটি এইচডি প্রজিউমার ডিজিটাল ভিডিও ক্যামেরা। পুট ইট অন হচ্ছে শিল্পীদের জন্য নতুন এক ওয়েব প্রদর্শনী এবং গ্যালারী সাইট।现在机会来了,在世界任何地方居住、工作与拍摄的民众,都可能一圆梦想,只要参加Put it On影片竞赛,在最佳影片、最佳短片、最佳演出等项目夺得首奖,就能获得美国纽约电影学院免费奖学金,再加上5000美元的奖金,最佳影片与影佳短片类别的亚军亦可得到HD Prosumer数位摄影机。
7এটি চার ভাগে বিভক্ত- ফ্যাশন, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্প। শিল্পীরা এখানে, এই ভার্চুয়াল জগৎে এক গিগাবাইট জায়গা পাবে, যার জন্য কোন টাকা প্রদান করতে হবে না।Put it On为一全新网站,呈现时尚、电影、音乐及艺术四大领域艺术家的作品,艺术家申请帐号后,皆可获得1GB的免费空间,并可选择是否开放下载、下载费用高低等,网站利用自动化翻译软体,共有十种语言版本可供选择。
8তারা এখানে তাদের কাজ পরিদর্শন ও পছন্দ করা দামে বিক্রির ব্যবস্থা করতে পারবে। এই সাইট দশটি আলাদা ভাষায় প্রকাশ করা হবে, যা করা হবে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে।若要参赛,只需上传你最棒的一部作品即可,任何地区、任何主题的影片皆可参赛,影片亦可使用任何语言,唯需加上英文字幕,参加时只能在最佳短片或最佳影片之间择一(后者影片长度需达45分钟以上)。
9এই প্রতিযোগীতায় যোগ দেবার জন্য আপনি আপনার সেরা ভিডিওটি জমা দিন।比赛更多细节请见活动网站, 收件时间为7月30日至11月26日。
10বিশ্বের যে কোন স্থানের, যে কোন বিষয়ের চলচ্চিত্র জমা দেবার যোগ্য বলে বিবেচিত হবে।
11যে কোন ভাষার ছবিও গ্রহণযোগ্য, কিন্তু তার সাবটাইটেল বা কথোপকথন ছবির নিচে ইংরেজীতে হতে হবে।
12আপনি যে কোন একটি বিভাগের জন্য কেবল ছবি জমা দিতে পারবেন: সেরা শর্ট অথবা সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের যে কোন একটিতে (চলচ্চিত্রের সময় ৪৫ মিনিটের বেশী হতে হবে)।
13এই প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে পুট ইট অন সাইটে প্রবেশ করুন।
14এই প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া শুরু হবে ৩০ জুলাই এবং নভেম্বরের ২৬ তারিখে জমা নেওয়া শেষ হবে। সেরা দশ দৃশ্য এবং ভিডিও বাছাই করা হবে অনলাইন ভোটিং এর মাধ্যমে।最佳短片及最佳影片项目前十强将透过网络投票决定,再由网站共同创办人Max Fraser将与纽约电影学院成员共同组成评审团,于2010年1月7日公布得奖者;最佳演出项目则将由另一组评审团决定,所有参赛作品皆进入这项候选名单。
15বিচারকদের মধ্য থাকবেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীর সদস্য এবং পুট ইট অনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ম্যাক্স ফ্রেজার।
16তারা, ২০১০ সালের জানুয়ারির ৭ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।校对:Soup
17জমা দেওয়া সকল ছবি থেকে আলাদা ভাবে যাচাই বাছাই করে বিচারকরা সেরা অভিনেতা বাছাই করবেন।