# | ben | zhs |
---|
1 | ইরানী ব্লগার ওমিদ রেজা মীর সায়াফি জেলের ভেতরে মারা গিয়েছেন | 伊朗博客奥米德·礼萨·米赛亚非,死于狱中 |
2 | গত ১৮ই মার্চ ২৯ বছর বয়সী ইরানী ব্লগার এবং সাংবাদিক ওমিদ রেজা মীর সায়াফি তেহরানের এভিন কারাগারে মৃত্যুবরণ করেন। | 奥米德·礼萨·米赛亚非,一位二十九岁的伊朗博客/记者于三月十八日死于德黑兰的伊尔文监狱。 |
3 | গত ডিসেম্বরে তাকে ধর্মীয় নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারে নিযুক্ত থাকার অভিযোগে আড়াই বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। | 去年十二月他被判处两年半徒刑,罪名是被宣称污辱宗教领袖、实行反伊朗伊斯兰共和国的宣传战。 |
4 | জনাব সায়াফি ইসলামের অবমাননার জন্য আরেকটি একটি অতিরিক্ত বিচারের জন্যে অপেক্ষা করছিলেন। | 米赛亚非还面临另一场关于污辱伊斯兰教的审判。 |
5 | হিউমান রাইটস একটিভিস্ট ইন ইরান ওয়েবসাইটে অনুসারে, ওমিদ রেজা কারাগারে গভীর হতাশা রোগে ভুগেছিলেন এবং তাকে ওষুধ ব্যবহার করতে উপদেশ দেওয়া হয়েছিল যেটি তিনি বেশী পরিমানে গ্রহণ করেছিলেন বলে ধারনা করা হচ্ছে। | 根据人权行动份子在伊朗网站上发布的消息,奥米德礼萨在狱中备受严重的忧郁症折磨,吃下了太多处方药。 |
6 | একজন জেলবন্দী ডাক্তার এবং মানবাধিকার কর্মী ড: হাসেম ফিরুজী বলেন [ফার্সী ভাষায়] যে তিনি কারাগার কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন ওমিদ রেজাকে বাইরের একটি হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠাতে। কারাগারের ডাক্তার এই আবেদন অগ্রাহ্য করেছিলেন এবং এমনকি মৌলিক টেষ্ট গুলো করার আদেশ ও তিনি দেন নি। | Hesam Firouzi医生,一位被关进牢里的医生/人权行动者说[波斯文]他要求狱方送奥米德礼萨去医院就医,但是狱方的医师拒绝,连基本的检查也不愿意做。 |
7 | ফেইসবুকে একটি সংগঠিত প্রচারকার্য চালু করা হয়েছে যার শিরোনাম ”কারাগারে ব্লগার মীর সায়াফির মৃত্যূর জন্য ইরান সরকারকে অভিযুক্ত করুন“। | 在Facebook上已经开始一起活动,名为「让伊朗为博客米赛亚非死于监狱负责」。 |
8 | ব্লগার মজতাবা সামীনেজাদ বলেন [ফার্সী ভাষায়] যে ওমিদ রেজা তার মৃত্যূর পূর্বে তাকে দুই দিন যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে তাকে কারাগারের বাইরে গিয়ে একটি হাসপাতালে ডাক্তার দেখাতে সম্ভবত অনুমোদন করা হবে। | 博客Mojtaba Saminejad 说[波斯文]奥米德礼萨在死前两天曾跟他通讯表示他可能过几天有机会离开监狱前往医院就医。 |
9 | এই ব্লগার ভাল খবর আশা করেছিলেন এবং এরকম হৃদয়বিদারী সংবাদের জন্যে প্রস্তুত ছিলেন না। | 他本期盼更好的消息,而非死讯。 |
10 | কারাগারে বন্দী হবার পূর্বে হিউমান রাইটস একটিভিস্ট ইন ইরানকে প্রদত্ত একটি সাক্ষাৎকারে [ফার্সী ভাষায়] ওমিদ রেজা বলেন যে তার ব্লগ একটি সাংস্কৃতিক ব্লগ ওবং কখনই অপমানজনক বা উস্কানীমূলক লেখা তাতে প্রকাশ হয়নি। | 在入监之前几天的一次与伊朗人权行动份子的访问中[波斯文],奥米德礼萨说他的博客是关于文化,无意污辱任何人。 这是奥米德礼萨生前在德黒兰拍摄的影片。 |
11 | এখানে ওমিদ রেজার তেহরানে তোলা একটি ভিডিও মেখা যাবে। | 内容是伊朗考古学家Parviz Varjavand的葬礼。 |
12 | এটি ইরানী নৃতত্ববিদ এবং শিক্ষাবিদ পারভিজ ভার্যাভান্দ এর শেষকৃত্য। | 校对:Soup |