# | ben | zhs |
---|
1 | রাশিয়া: গোলাপ আর অভিবাসী কর্মীরা | 俄罗斯:玫瑰与移工 |
2 | রাশিয়ার আলোকচিত্রী ওলেগ ক্লিমভ ( রাশিয়ার পূর্বান্চলে তার ভ্রমণ কাহিনীর অনুবাদ এখানে আর এখানে পাওয়া যাবে) মস্কোর বাইরে একটা বানিজ্যিক গ্রীনহাউস এ গিয়েছিলেন আর রাশিয়ার রাজধানীতে পাওয়া যাওয়া গোলাপের জন্মস্থান সম্পর্কে তার অভিজ্ঞতা এখানে লিখেছেন (রুশ ভাষায়): | |
3 | উপহার হিসাবে ফুল দেয়াকে রোম্যান্টিক মনে করা হয় কেন? আমি পডমোস্কোভইয়েতে গিয়েছিলাম, দেখেছি সেখানে তারা কিভাবে গোলাপের চাষ করে। | 俄罗斯摄影师Oleg Klimov(他在俄国远东地区旅行笔记英译请见这里和这里)先前前往莫斯科市区外的一间温室农场,观察[俄文]莫斯科民众购买的玫瑰诞生地: |
4 | সোজা। ডাচ প্রযুক্তি। | (两张温室照片) |
5 | ব্যয় বহুল। | 为何人们认为送玫瑰当礼物是浪漫行为? |
6 | এই প্রতিষ্ঠানের পরিচালনা কারী মনে হয় মাফিয়াকে প্রতিনিধিত্ব করছে: কালো জুতা, কালো জিন্স, কালো চামড়ার জ্যাকেট আর একটা কালো বিমার। আসল মালিক [পুতিনের সম্মিলিত রাশিয়ান দলের] একজন ডেপুটি, এখনও একজন ব্যবসায়ী, কিন্তু ভবিষ্যতে রাজনীতিবিদও হবেন, বা আসলে দুটোই। | 我前往Podmoskovye观察玫瑰种植情况,很简单、技术来自荷兰、很昂贵,管理者若非美国黑手党,也肯定是黑手党代表:黑鞋、黑裤、黑皮衣、黑车,温室所有者属于执政党“俄罗斯联合党”, 他现在是个是商人,未来可能从政,更可能政商两栖,工程师和农经学家来自荷兰,工人是移工,他们的权利及他们获得的尊重比火车站前的乞丐还低,薪水… “只等上帝送来”,一朵玫瑰在农园里要价1. |
7 | ইঞ্জিনিয়ার আর কৃষিবিদ ডাচ। শ্রমিকরা [অভিবাসী কর্মী] আর তাদের অধিকার আর সম্মান মস্কোর [কুরস্কি ট্রেন স্টেশন] বেকারদের থেকে কম। | 25至1.7美元,到了莫斯科一朵为5.45至5.9美元,这里出产的玫瑰全送往莫斯科,依然供不应求,花卉 产业蓬勃发展,受损的花朵免费送给教堂,显然是为弥补他们的罪恶,反正上帝不会到市场闲逛,看不出花有损伤。 |
8 | আর এর সাথে তাদের বেতন - ‘ভগবান যা দেন' । একটা গোলাপের দাম ফার্মে ৩০-৪০ রুবেল [১. | 移工几乎不会说俄语,几乎是非法打工,或许也是非法入境,但很难查明。 |
9 | ২৫ -১. ৭০ মার্কিন ডলার] আর মস্কোতে ১৩০-১৪০ রুবেল [৫. ৪৫-৫. ৯০ মার্কিন ডলার]। | 有位女子从塔吉克来,双手全是玫瑰刺下的伤痕,她用俄语对我说:“我喜欢花,那是希望”,看着这些静默与受辱的人们,似乎来自中古时代,身边却是高科技设备,实在很奇怪。 |
10 | তারা যা উৎপাদন করে সব মস্কোতে চলে যায়। | |
11 | যথেষ্ট ফুল নেই। ব্যবসা বেশ সফল হয়েছে আর বাড়ছে। | 我仍不懂为何女性总爱与奴隶制有关的事物:钻石、黄金、花朵。 |
12 | ক্ষতিগ্রস্ত ফলগুলোকে চার্চে পাঠানো হয়। বিনা মূল্যে। | 校对:Portnoy |
13 | অবশ্যই তাদের পাপের প্রায়শ্চিত্ত করার এক ধরনের উপায়। | |
14 | ভগবান বাজারে যান নি, তাই ক্ষতিটা বুঝতে পারবেন না। | |
15 | [অভিবাসী কর্মীরা] রাশিয়ান প্রায় বলতে পারে না। | |
16 | তারা প্রায় বেআইনিভাবে কাজ করে, আর দেশে তাদের অবস্থান খুব বেশী অফিসিয়াল না, কিন্তু এটার খোঁজ নেয়া কষ্টকর। | |
17 | তাজিকিস্তান থেকে একজন মহিলা যার হাত গোলাপের কাটায় ক্ষত বিক্ষত আমাকে রাশিয়ানে বলল ”আমি ফুল ভালবাসি, তারা আমার জন্যে আশা।' | |
18 | অদ্ভুত লাগছিল এইসব চুপচাপ আর কষ্টে রাখা মানুষদের দেখে - যেন মধ্যযুগ থেকে এদের আনা হয়েছে- উচ্চ-প্রযুক্তির পাশাপাশি এরা কাজ করছে। | |
19 | আর আমি বুঝতে পারি না মহিলারা কেন দাসত্বের সাথে সংশ্লিষ্ট সব কিছু পছন্দ করে: হীরা, সোনা আর ফুল। | |