# | ben | zhs |
---|
1 | ক্রোয়েশিয়া: নতুন প্রেসিডেন্ট, নতুন পথ | 克罗埃西亚:新总统,新气象 |
2 | গত ১৮ই মার্চ ইভো জোসিপোভিচ পরপর দুইবার প্রেসিডেন্ট থাকা স্টেপান মেসিচকে সরিয়ে ক্রোয়েশিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বিবিসি বিশদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে নতুন প্রেসিডেন্ট কিসের প্রতীক আর ক্রোয়েশিয়া কি কি বাধার সম্মুখীন হচ্ছে ২০১১ বা ২০১২ সালে ইউ এর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে। | 2月12日,荷西波维克(Ivo Josipović)就任克罗埃西亚第三任总统,取代已届满两任的卸任总统梅锡克(Stjepan Mesić),英国广播公司刊载报导,详细说明新总统的象征意义,以及克罗埃西亚目标在2011年或2012年加入欧盟的过程中,可能面临什么阻碍。 |
3 | কিন্তু আসুন দেখি এই বিশাল ক্ষমতার বদলে ব্লগারদের কি বলার আছে যা প্রধানমন্ত্রী ইভো সানাদেরের সাথে মিলেছে, যিনি হঠাৎ করে গত বছর অফিস থেকে সরে দাঁড়ান আর রাজনীতি থেকে পুরোপুরি সরে যান। | |
4 | ফাঙ্কি বিজনেস রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান নিয়ে লিখেছেন: নতুন রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠান আমার আজ খুব পছন্দ হয়েছে। | 先前总理沙纳德(Ivo Sanader)去年闪电下台,并完全脱离政坛,在这权力移转的关键时刻,以下先整理博客有何看法。 |
5 | পুরো অনুষ্ঠান সাংস্কৃতিকভাবে খুব উচ্চমানের আর ইউরোপিয়ান ধাঁচের ছিল। | Funky Business提到就职典礼: |
6 | আগের একটা পোস্টে, যেদিন ফলাফল ঘোষণা করা হয়, ফাঙ্কি বিজনেস আরো লিখেছিলেন: | 我相当喜欢新总统今天的就职典礼,充满文化色彩、高品味与欧洲特质。 |
7 | ক্রোয়েশিয়া বিচারকে নির্বাচিত করেছে। | 他之前在总统选举结果揭晓当天写道: |
8 | ক্রোয়েশিয়া আলোকে নির্বাচিত করেছে। ক্রোয়েশিয়া ভালো একটা ভবিষ্যৎ বেছে নিয়েছে। | 克罗埃西亚选出正义,克罗埃西亚选择光明,克罗埃西亚选择更好的明天,克罗埃西亚选择有教育水平、倾向欧洲的总统,克罗埃西亚终于做出明智抉择! |
9 | ক্রোয়েশিয়া শিক্ষিত এক ইউরোপিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। | 其他人则像fra gavun比较谨慎: |
10 | ক্রোয়েশিয়া বুদ্ধিমত্তার সাথে বাছাই করেছে। অবশেষে! | 今晚我很高兴,但尚未心满意足,高兴是因为并不失望,高兴是因为总统赢得人心。 |
11 | অন্যরা আরো বেশী সাবধান - যেমন ফ্রা গাভুন (ফরাসী গলিত) লিখেছেন: আজকে আমি খুশি, খুশি তবে আনন্দিত না। | 当然也会有些反对声音,例如Vidi pisme ove留言: |
12 | খুশি কারন আমি হতাশ হইনি, খুশি কারন তিনি মন জয় করেছেন। স্বাভাবিকভাবে পথভ্রষ্ট কারী আছে, যেমন এই মন্তব্য গুলো, বিশেষ করে ভিদি পিস্মে ওভেরটা: | 这些只是种表演,别无其他…我们早已遭到收买与出卖…政治人物只是演员,按照他人剧本演出,我们只能选择要不要观赏这出大戏,仅此而已… |
13 | এগুলো শুধু অভিনয়, আর কিছু না… | Dosanjani亦留言认为: |
14 | আমরা অনেক আগে থেকেই ক্রয়কৃত বা বিক্রিত… রাজনীতিবিদরা কেবলমাত্র অভিনেতা, যারা কারো লেখা নিয়ে কাজ করে… | 虽然我还太过年轻,无缘参与历史,但我记得在前南斯拉夫的选举中,一张选票上有五六名政党候选人供选择,现在亦然。 |
15 | যা কিছু আমরা পছন্দ করি না, যদি না আপনি অনুষ্ঠান দেখতে চান কিনা, এটাই সব… দোসাঞ্জানির করা একটি দীর্ঘ মন্তব্যে এটার প্রতিধ্বনি আছে: | 荷西波维克眼前任务艰钜,因为国家经济严重不景气,未来还有加入欧盟这个庞大目标,故克罗埃西亚民众的感想并不特别兴奋,因为人民都在观察,新领导人能否带来新经济成长与稳定。 |
16 | যদিও এসবে অংশগ্রহনের জন্য আমার বয়স কম ছিল , আমার আগের যুগোস্লাভিয়ার নির্বাচনের কথা মনে আছে যখন আমাদেরকে দলের প্রতিনিধিদের নাম দেয়া হত- একটা কাগজে পাঁচ ছয়জন যাতে আপনি এই বাছাই থেকে পছন্দ করতে পারেন। | |
17 | এখনো এমনি। জসিপোভিচের সামনে বিরাট কাজ আছে যেহেতু ক্রোয়েশিয়া বিশাল অর্থনৈতিক মন্দার ভিতরে আছে আর দেশের ইউর সদস্যপদ পাওয়ার মত অনেক বড় লক্ষ্য আছে। | 校对:Soup |
18 | এটা বোঝা যায় যে ক্রোয়েশিয়ানদের কাছ থেকে খোলাখুলি মন্তব্য আসে নি যখন তারা অপেক্ষা করছেন দেখার জন্য যে নতুন নেতৃত্ব অর্থনৈতিক সমৃদ্ধি আর স্থিতি আনতে পারে কিনা। | |