Sentence alignment for gv-ben-20080616-1000.xml (html) - gv-zhs-20080608-1138.xml (html)

#benzhs
1পরিবেশ সংক্রান্ত কাজে মোবাইল ফোন প্রযুক্তি手机科技与环保运动结合
2সারা বিশ্বের পরিবেশবাদীদের জন্য মোবাইল ফোন একটি দরকারী হাতিয়ারে পরিণত হচ্ছে।手机已逐渐成为全球各地环保行动人士的重要工具,他们利用科技发展新策略,教育消费者各种观念,包括消费选择造成的冲击、关心生态与污染程度、支持森林保护等。
3পরিবেশবাদীরা তাদের বিভিন্ন কাজ যেমন ভোক্তাদের শিক্ষিত করা, ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করা, জীব বৈচিত্র আর দুষণের মাত্রা পর্যবেক্ষণ করা, আর বন রক্ষার প্রচারণা চালানো ইত্যাদিতে এই নতুন প্রযুক্তি প্রয়োগ করছে।联合国基金会与Vodafone集团基金会科技组合作,在四月发表的报告中,提及诸多利用手机改变世界与社会的途径,报告名为“改变社会的行动科技:非政府组织运用手机趋势”(PDF档,英文版)。
4জাতিসংঘ ফাউন্ডেশন আর ভোডাফোন গ্রুপ ফাউন্ডেশন এর প্রযুক্তিগত সহযোগিতা সংস্থা গত এপ্রিলে একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দুনিয়ায় সামাজিক পরিবর্তনে মোবাইল ফোনের বিবিধ ব্যবহারের কথা বলা হয়েছে। রিপোর্টটির নাম: “সামাজিক পরিবর্তনের জন্য ওয়্যারলেস প্রযুক্তি: এনজিওর মোবাইল ব্যবহারের ধারা” (পিডিএফ ফরম্যাটে)।报告作者Sheila Kinkade(ShareIdea.org)与Katrin Verclas(MobileActive.org)特别提到了几项环保计划,笔者都列于以下段落,并同时列举在这份报告之后诞生的其他新计划。
5এই রিপোর্টের লেখকদ্বয় শীলা কিঙ্কাডে (শেয়ারআইডিয়া.阿根廷
6অর্গ) আর ক্যাট্রিন ভেরক্লাস (মোবাইলএক্টিভ. অর্গ) দ্বারা উল্লেখিত পরিবেশ সংক্রান্ত উদ্যোগ এর তালিকা দেয়া হয়েছে।利用手机,绿色和平组织阿根廷分会号召支持者,成功通过阿根廷首部联邦森林保护法,MobileActive部落格记录本月稍早的护树行动:
7এর সাথে আরো কিছু নতুন প্রকল্পের নামের তালিকাও আমি যোগ করেছি। আর্জেন্টিনা:绿色和平组织阿根廷分会很熟悉如何运用手机,曾多次利用多达35万人的手机名单动员,成功游说国会通过重要环境立法,通过森林法是该组织其中一项重要成就。
8মোবাইল ফোন ব্যবহার করে আর্জেন্টিনায় গ্রীন পিস তাদের সমর্থকদের আন্দোলনে প্রভাবিত করতে সমর্থ হয়েছে যার ফলে তারা আর্জেন্টিনার প্রথম বন সংরক্ষণ আইন পাস করাতে সমর্থ হয়েছে।根据报告内容指出,该组织汇整连署支持森林法民众的名单,累积成庞大的电子信箱及手机号码资料库,并在重要听证会期间与地方议会投票前发送简讯,同时利用简讯传播集会与抗议时间。
9মোবাইলএক্টিভ ব্লগ এ মাসের শুরুর দিকে তাদের বন সংরক্ষণ কার্যক্রম নিয়ে লিখেছিল:迦纳
10গ্রিনপিস আর্জেন্টিনার জন্য মোবাইল ফোন নতুন কিছু না। এই সংস্থা বহুবার তাদের সাড়ে তিন লাখ সমর্থকের মোবাইল নম্বরের তালিকা ব্যবহার করেছে এদের কাছে গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আইনের ব্যাপারে লবী করতে।迦纳有项计划让手机不只是普及的通讯工具,更是收集环境资料的“超级感应工具”,在手机上安装特殊感应装置,能收集空气品质或甚都会交通流量趋势等资讯,不仅可供之后研究,还能标志者Google Map上。
11গ্রিন পিসের একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি হল সাম্প্রতিক বন সংরক্ষণ আইন প্রণয়ন।Corinne Ramey在四月的MobileActive部落格提到:
12‘সামাজিক পরিবর্তনের জন্য ওয়্যারলেস প্রযুক্তি' রিপোর্ট অনুযায়ী গ্রিনপিস এটা করতে পেরেছে যারা বন আইন সংক্রান্ত পিটিশন সই করেছে তাদের ইমেল ঠিকানা আর মোবাইল ফোন নম্বর সহ একটা বিরাট ডাটাবেস তৈরি করে। এছাড়া গুরুত্বপূর্ণ হিয়ারিং আর সিটি কাউন্সিল ভোটের সময় তারা টেক্সট ম্যাসেজ করে মনে করিয়ে দেয় সমর্থকদের।在迦纳首都阿克拉(Accra)的研究中,共有七位计程车驾驶获得一件全球定位系统,并利用管子从乘客的窗户伸出去,管子里有一氧化碳感应器;另外三名学生也携带全球定位系统与感应器,研究人员希望他们在日常生活中,尽量随身带着装置,感应系统每天会自动收集资料,一天结束后再将感应器送回中心,同时充电与下载资料,藉此在Google Earth制作出整座城市一氧化碳浓度指数的地图,不同颜色代表当地在一天当中不同的一氧化碳浓度,红圈则为实际记录地点。
13তারা টেক্সট ম্যাসেজ ব্যবহার বিক্ষোভ আর মিটিং এর ও আয়োজন করে। ঘানা:肯亚
14ঘানায় একটি প্রকল্পে দেখানো হয়েছে যে মোবাইল ফোনকে সহজ যোগাযোগের যন্ত্র হিসেবে ব্যবহারের বদলে পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ‘সুপার সেন্সিং' যন্ত্র হিসেবেও ব্যবহার করা যায়।
15মোবাইলের সাথে একটা বিশেষ সেন্সর যুক্ত করে এটা করা যায়। এই সেন্সর বাতাসের অবস্থা বা শহরের ট্রাফিক চিত্র সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য জোগাড় করে, যা পরে বিশ্লেষণ করা যায় আর গুগুল ম্যাপে উপস্থাপন ও করা যায়।这份报告亦提及肯亚Laikipia地区地主与野生动物间的紧张关系,野生动物杀害农民、毁坏作物,大象等动物亦丧命,这项避免冲突的计划运用手机科技,让当地社群、野生动物管理人员与地主建立联络管道。
16এপ্রিলে মোবাইলএক্টিভ ব্লগে কোরিনে রামে এই উদ্যোগের কথা লিখেছেন: আক্রা স্টাডিতে ৭জন ট্যাক্সি চালককে ড্যাশবোর্ডে লাগানো যায় এমন জি পি এস সিস্টেম আর যাত্রীর জানালা থেকে ঝোলানো একটা টিউব দেয়া হয়েছিল।他们运用“随按即说”技术,将手机当做对讲机或双向广播系统使用,让两人或多人可互相联络,在工作时间联络一群人特别实用。
17টিউবগুলোতে কার্বন মনোক্সাইড সেন্সর ছিল।南非与英国
18একই ভাবে তিনজন ছাত্রকে মোবাইল সেন্সর প্যাক জিপিএস সহ দেয়া হয়েছিল যাতে ছিল একটি করে কার্বন মনোক্সাইড সেন্সর। ট্যাক্সি চালক আর ছাত্রদের বলা হয়েছিল তাদের প্রতিদিনের স্বাভাবিক কাজের সময় যত দূর সম্ভব এই সেন্সর সাথে বহন করতে।“南非永续海产计划”设计出FishMS简讯系统,提供消费者全球渔获资讯,使用者将想购买的鱼名发送至+44 (0) 79 499 8795,就会立即得知这项渔获是否符合永续,或者购买是否该再考虑,以下影片记录实际使用情况(影片使用诺基亚Nokia N93手机拍摄)。
19সারাদিন এই ব্যবস্থা নিজে থেকে সেন্সরের ডাটা রেকর্ড করেছে।英国与美国
20দিন শেষে মূল অংশগ্রহণ কারীরা তাদের সেন্সর প্যাক একটা কেন্দ্রীয় জায়গায় রেখে যেত যেখানে ডাটা বের করে সেন্সরগুলোকে রিচার্জ করা হত।
21এই অংশগ্রহণ মূলক ডাটা সংগ্রহ থেকে আক্রা, ঘানার একটা হিট ম্যাপ (কার্বন মনোক্সাইডের) গুগুল আর্থে প্রয়োগ করা হয়।
22রঙের মাধ্যমে বোঝা যায় শহরের ২৪ ঘন্টার কার্বন মনোক্সাইডের পাঠ। লাল বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে কোন জায়গার পাঠ নেয়া হয়েছে।AirText这个系统会发送简讯、语音留言或电子邮件,告知伦敦特定行政区的污染程度,以心脏及呼吸疾病患者为主要群众,美国特定地区也有类似服务,如横跨多个地区的Ergo及亚历桑那州的ADEQ。
23কেনিয়া: দ্য ওয়্যারলেস টেকনোলজি ফর সোশাল চেঞ্জ রিপোর্ট কেনিয়ার লাইকিপিয়া উপজেলার ভূমি মালিক আর বন্য পশুদের মধ্যে লড়াইয়ের ব্যাপারটি তুলে ধরছে।人们若有兴趣知道,自己的行为每天排放出多少温室气体,可以将mobGas程式下载至手机,并将每日活动输入其中,如煮食、看电视、开车等。
24বন্য পশুরা কিছু কৃষককে মেরে ফেলেছে আর তাদের ফসল ধ্বংস করেছে। ওদিকে হাতি আর অন্যান্য পশু হত্যা করা হয়েছে।本文开头所提到的报告指出:
25মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে একটি বিরোধ নিরসন প্রোগ্রাম নেয়া হয়েছে যার ফলে স্থানীয় গোত্র, বন্য পশু নিয়ে যারা কাজ করে তারা আর ভূমি মালিকদের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়।
26পাইলট প্রযুক্তির ‘পুশ টু টক অন সেলুলার (ফোন)(পিওসি) যা ওয়াকি টকি বা দ্বিমুখী রেডিও আর মোবাইল ফোনের প্রযুক্তির সম্মিলন।
27পিওসি দুইজনের মধ্যে বা এক দলের মধ্যে যোগাযোগ সম্ভব করে আর একদল নির্দিষ্ট ব্যবহারকারী দলকে পরষ্পরের সাথে যুক্ত করায় বিশেষভাবে কার্যকর। দক্ষিণ আফ্রিকা:mobGas让使用者将日常活动换算为温室气体排放量,希望鼓励人们改变生活模式与型态,这项应用服务也提供小技巧,教导人们调整生活以降低排放量。
28ফিশএমএস হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাস্টেইনেবল সি ফুড ইনিশিয়েটিভ এর একটি এসএমএস নির্ভর সার্ভিস যা বিশ্ব ব্যাপী মাছের স্টকের হিসাব সবাইকে জানাতে পারে।
29ব্যবহারকারীরা যে মাছ তারা কিনতে চায় তার নাম একটি নির্দিষ্ট নম্বরে টেক্সট করে এবং সাথে সাথে জানতে পারে যে এই মাছ পরিবেশবান্ধব ভাবে চাষ করা হয়েছে কিনা, নাকি এটা কেনার আগে চিন্তা করা উচিত।
30নীচের ভিডিও এই প্রযুক্তির কাজ দেখানো হচ্ছে (এটা নোকিয়া এন৯৩ মোবাইল ফোন ব্যবহার করে ধারন করা হয়েছে)। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র:Read Write Web部落格的Josh Catone则提到FuelFrog计划,这项服务运用Twitter追踪使用者的燃料消耗量:
31এয়ারটেক্সট একটা ব্যবস্থা যার মাধ্যমে ইংল্যান্ডের কোন বরোর (এলাকার) দূষণের মাত্রা সম্পর্কে তথ্য জানানোর জন্যে ভোক্তাদের এসএমএস ম্যাসেজ, ভয়েসমেইল বা ইমেইল পাঠানো হয়। এই সেবা বিশেষ করে হার্টের অসুখ আর শ্বাস কষ্ট ভোগ করছে এমন লোকদের লক্ষ্য করে দেয়া হয়।FuelFrog计划的概念非常简单、非常有用,每次加油之后,使用者便记录前次加油所行驶的里程数、加油金额与加油量,长期下来,这个服务便能将各位的用油资料绘制为图表,也能看出当地油价趋势,以便了解车辆用油效能、是否该帮轮胎打气、开车距离、花费金额等。
32যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় একই ধরনের সেবা দেয়া হয় যার মধ্যে আছে এরগো (বিভিন্ন জিপ কোডে বিস্তৃত) আর অ্যাডেক (শুধু এরিজোনায়)।
33যারা জানতে চায় যে তাদের ব্যক্তিগত গ্রীন হাউস গ্যাস নির্গমনের পরিমান কত, তাদের ফোনে মোবগ্যাস নামে একটা প্রযুক্তি ডাউনলোড করতে পারেন, যা তাদের দৈনন্দিন কাজ যেমন রান্না, টেলিভিশন দেখা বা গাড়ি চালানো ইত্যাদিতে গ্রীন হাউজ নির্গমনের ব্যাপারে জানাতে সাহায্য করে ।
34সামাজিক পরিবর্তনে ওয়্যারলেস প্রযুক্তির রিপোর্ট থেকে:全球之声环境小组感谢MobilActive及Shareideas撰写这份报告,也希望读者能提供其他环保团体运用手机的范例。
35ব্যবহারকারীদের তাদের প্রত্যেকদিনের কাজ আর গ্রীন হাউস গ্যাস নির্গমনের মধ্যে যোগসূত্র স্থাপন করে মবগ্যাস আশা করে যে লোকে তাদের জীবনযাত্রার ধরন পরিবর্তনে উদ্বুদ্ধ হবে।
36এই প্রযুক্তিতে কিছু টিপস দেয়া আছে যে কিভাবে নির্গমন কমানো যায়।全球之声近期亦有使用Web2.
37জোস ক্যান্টনের রিড রাইট ওয়েব ব্লগে তুলে ধরা একই ধরনের আর একটা প্রকল্প হচ্ছে ফুয়েলফ্রগ।
38এটা একটা প্রযুক্তি যা টুইটার ব্যবহার করে ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের হিসাব রাখার জন্য: ফুয়েলফ্রগ খুব সোজা আর খুবই উপকারী।0工具为环保尽力的报导(已译为中文),欢迎阅读。
39প্রত্যেক বার ভরার পর ব্যবহারকারীরা শেষ বার ভরার পর কত মাইল গিয়েছে সেটা হিসাব দেয়, কত দাম দিয়েছে আর গ্যালনে তেলের পরিমাণ।
40সময়ের সাথে ফুয়েল ফ্রগ আপনার জালানি ব্যবহারের ধারা হিসাব করে গ্রাফ করে দেখাবে যার ফলে আপনি আপনার এলাকার তেলের দামের ধারা চিনতে পারবেন, আপনার গাড়ি জালানি কিভাবে ব্যবহার করে (টায়ারে বাতাস দেয়ার সময় হয়েছে কিনা?) , আপনি কতটা গাড়ি চালাচ্ছেন, আর আপনি কত খরচ করছেন।
41গ্লোবাল ভয়েসেস পরিবেশ শাখা মোবাইলএক্টিভ আর শেয়ারআইডিয়াজ কে তাদের রিপোর্ট এর জন্য ধন্যবাদ জানাচ্ছে।
42আমরা পরিবেশ সংক্রান্ত মোবাইল ফোনের অন্যান্য ব্যবহার সম্পর্কে পাঠকদের মতামত জানতে উৎসাহী।
43আরও দেখুন গ্লোবাল ভয়েসেসের সাম্প্রতিক রিপোর্ট যেখানে পরিবেশ আন্দোলনে ওয়েব ২. ০ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।校对:Portnoy