# | ben | zhs |
---|
1 | মালয়েশিয়া: ‘গণতন্ত্র কোথায়?’ | 马来西亚:「民主在哪里?」 |
2 | দুই সপ্তাহ আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক অফিসে তার পদগ্রহণের ১০০তম দিবস উদযাপন করেছেন। কিন্তু তার অনেক নির্বাচক মন্ডলির সদস্য এই দিবসে প্রশ্ন করেছেন মালয়েশিয়াতে “গণতন্ত্র কোথায়?” | 马来西亚总理纳吉(Najib Abdul Razak)两周前庆祝就任百日,但许多选民选择在这一天质疑「民主在哪里?」,批评者认为总理损害政府民主制度。 |
3 | সমালোচকরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন। | 711whereisdemocracy博客成立即为鼓励马来西亚民众支持抗议行动: |
4 | ৭১১ হোয়্যারইজডেমোক্রাসি নামে একটি ব্লগ গঠন করা হয়েছে মালয়েশিয়ার নাগরিকদের এই প্রতিবাদ প্রচারণায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য: | |
5 | আমরা এটা কিভাবে করতে পারি? | 要怎么参加? |
6 | সাধারণ একটা প্রশ্ন করে - “কোথায় গণতন্ত্র?”। ১০০ দিন পরে, আমরা এখনো ওটা খুঁজছি, আমরা এখনো ওটার অপেক্ষায় আছি, আমরা এখনো ওটার জন্য লড়াই করছি। | 只要提出一个简单问题:「民主在哪里?」,经过百日,我们仍在寻找、仍在期盼、仍在争取。 |
7 | কি করে আপনি এই প্রশ্ন ‘জিজ্ঞাসা' করতে পারেন? ছাপিয়ে বা একটা কাগজের টুকরায় এটা লিখে। | 各位要如何「提出」问题呢? |
8 | পুলিশ স্টেশন, আদালত প্রাঙ্গন, সরকারী অফিস, সংসদ ভবন, রাষ্ট্রীয় এসেম্বলি, স্থানীয় কাউন্সিল অফিস ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে এই কাগজকে ধরে রেখে - একটা করে ছবি তুলবেন। সমর্থকরা তাদের ছবি ফেসবুকেও পোস্ট করতে পারেন। | 只要写在或列印在纸上,在不同地方举着这张纸,例如警察局、法院、政府机构、国会大楼、州议会大楼、地方议会办公室等,然后拿相机拍照。 |
9 | এই প্রচারণা তৈরী করা হয়েছে ১ব্ল্যাকমালায়েশিয়া প্রচারণা (নাজিবের ১মালয়েশিয়া শ্লোগানের) অনুকরনে: | 支持者也能将照片张贴在Facebook,这个活动源于1BlackMalaysia运动(反讽纳吉推出的1Malaysia口号): |
10 | এক শান্তিপূর্ন কিন্তু শক্তিশালী বার্তা হবে এটি জনসাধারণের কাছ থেকে যে আমরা জনগণ রাজনীতিবিদদের বস আর জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনে শাস্তির হাত থেকে বাঁচতে পারেন না। | 这能成为和平但有力的公民不服从讯息,强调人民是政治人物的老板,政治人物若忽视舆论,绝对不可能逃过下次投票的制裁,公民不服从是每位公民都能参与改变的和平行为。 |
11 | জনগণের অবাধ্যতা একটা শান্তিপূর্ন প্রক্রিয়া যেখানে সকল নাগরিক অংশগ্রহণ করে পরিবর্তন আনতে পারেন। | 身处在日本的Lepak也参加这场线上抗议行动: |
12 | এমনকি লেপাক, যিনি জাপানে ছিলেন, তিনিও এই ভার্চুয়াল প্রতিবাদে অংশগ্রহন করেছেন: | 我们在马来西亚显然找不到任何民主,故必须在他国寻找! |
13 | দৃশ্যত: মালয়েশিয়াতে আমরা গণতন্ত্র দেখতে পাইনা তাই অন্য দেশে এটা খুঁজতে হবে! হাহাহা জাপানে… হয়তো গণতন্ত্র আছে…. | 哈哈哈,在日本…或许有民主…也可能没有… |
14 | হয়তোবা নেই… হুইচুন ও মালয়েশিয়াতে গণতন্ত্র খুঁজছেন: | Huichun也在寻找马来西亚民主: |
15 | আমি কত আশা করি যে মালায়শিয়াতে গণতন্ত্র সর্বব্যাপী ৭/১১ এর মতো সহজলভ্য হবে! | 我真希望在马来西亚,民主能像7-11便利店一样方便又随手可得! |
16 | শকুন্তলা মন্তব্য করেছেন: | Shakuntala提到: |
17 | আপনি পরিচালনার একটা প্রশ্ন করছেন। “কোথায় গণতন্ত্র?” | 各位也在问个重要问题:「民主在哪里?」,很可惜,民主根本找不到,没兴趣回应吗? |
18 | দু:খজনক কিন্তু এটা কোথাও পাওয়া যায় না। খুব অসাবধানী উত্তর? | 当然不,我国领袖似乎还在说谎,向世界宣称马来西亚是个真正民主国家,又或许民主只存在于知名富人身边。 |
19 | না, মনে হচ্ছে আমাদের নেতারা বোকা বানিয়ে পৃথিবীকে বলছেন যে এটা সত্যিকারের গণতন্ত্র। | 所有照片来自711whereisdemocracy博客 |
20 | নাকি এটা অস্তিত্ব কেবলমাত্র ধনী আর খ্যাতিমানদের জন্য। | 校对:Soup |