# | ben | zhs |
---|
1 | নিকারাগুয়া: কৃষকরা গ্রামীণ উন্নয়নের ব্যাপারে তাদের চিন্তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন | |
2 | বিচি - ছবি থিওগিওর সৌজন্যে | 尼加拉瓜:农民对农村发展有何感受 |
3 | নিকারাগুয়ার আলজার লাস ভোসেস (কণ্ঠ জাগানো) প্রকল্প গ্রামীণ এলাকার কৃষকদের একত্র করেছে ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য যাতে তারা তাদের উৎকণ্ঠা, তাদের কার্যক্রম, ইচ্ছা আর পরিকল্পনার কথা বলতে পারেন। | |
4 | নিকারাগুয়ার মাতাগাল্পায় ছয়টি প্রতিষ্ঠান আছে যারা এই প্রকল্পে কাজ করছেন। এদের মধ্যে আছে মহিলাদের সমবায়, দৃষ্টিহীনদের জন্য মাতাগাল্পা সংস্থা, কৃষকদের বিভিন্ন সংস্থা আর সিমাসের সহযোগিতায় দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য একটি তথ্য কেন্দ্র। | 尼加拉瓜扬声计划(Alzar las Voces)让农民能透过影片,说出他们心中的顾虑、愿景、期望与想法。 |
5 | এই ওয়েবসাইট একটি প্রকল্পের অংশ বিশেষ যেখানে এইসব সংস্থা যে সমস্ত কাজ করছে তা দেখান হবে স্থানীয় লোকদের। গ্রামীণ এলাকায় চলা প্রকল্পের সদস্যরা এতে তাদের জীবন, চিন্তা আর ইচ্ছা নিয়ে কথা বলবেন। | 尼加拉瓜的Matagalpa地区共有六个组织投入这项计划,包括女性组织、盲人团体、农民机构及永续发展资讯中心,并获得Simas协助,这个网站展现这些组织与社群成员合作的成果,让农民述说自己的生活、忧虑与兴趣。 |
6 | পরের ভিডিওতে কৃষকের সাথে কৃষকের উন্নয়ন প্রোগ্রামের প্রবক্তা মার্শিয়াল গঞ্জালেজ ব্যাখ্যা করেছেন এই প্রোগ্রাম কিভাবে তাদেরকে সাহায্য করেছে: প্রথমত তারা শিখেছেন যে জমি পোড়ানো উচিত না সেটা পরিষ্কার করার জন্য, খাদ বা বেষ্টনী কিভাবে তৈরি করা যায় ভাঙ্গন রোধের জন্য। | |
7 | আর একটা জিনিষ তারা শিখেছেন তা হল জাতীয় গাছের বিভিন্ন ধরনের বীজ সংরক্ষণ করে রাখা, যেহেতু এটা তাদের পরিবেশে বাড়ার জন্য যথাযথ আর গাছ কেন না কাটা উচিত, যেহেতু এর থেকে অক্সিজেন, ছায়া আসে আর পানির উৎস সংরক্ষিত হয়। | |
8 | আর একটি ভিডিওতে জুয়ানা উরুটিয়া ব্যাখ্যা করেছেন এলাকার উদ্বুদ্ধকারী বলতে কি বোঝায়। একজন উদ্বুদ্ধকারী একটা দল বা গোত্রের নেতৃত্বে থাকেন, তাদের স্বার্থ সংরক্ষণ করেন, তা মাঠ পর্যায়ে, উৎপাদনে বা সামাজিকভাবে হোক। | 以下影片中, 「农民对农民」组织推广员Marcial Gonzalez说明这项计划对他们的助益,首先他们学到不用以火烧开垦、如何建立壕沟及栅栏控制土壤流失;他们亦学到保存国内各种植物的种子,因为原生 植物适合在当地生长,也明白为何要保留树木,因为林木可提供氧气、林荫与水土保持。 |
9 | তারা জ্ঞান বিতরণ করেন যা তারা ওয়ার্কশপ বা কাজ থেকে শিখেছেন, যেহেতু এটা তাদের দায়িত্ব কাজে পরিণত করা যা তারা অন্যান্য গোত্র থেকে শিখেছেন। | |
10 | মার্থা এলেনা মন্টিনিগ্রো এইসব ঋণ এবং প্রকল্প থেকে লাভবান হয়েছেন যা মহিলাদের তাদের নিজেদের ব্যবসা খুলতে সাহায্য করে। তার চাষ করা পণ্য থেকে কিছু জিনিষ তৈরি করেন তিনি। | Juana Urrutia在另一段影片中说明担任社区推广员的意义,每个推广员负责一个团体或社区,保护田地、作物等社区利益,也传递自己在工作坊或其他活动中获得的知识,因为他们有责任将所学落实于社区之中。 |
11 | কিন্তু, সব চেষ্টা সত্ত্বেও তাকে তার দেনা শোধ করতে হবে, আর তিনি ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছেন কিভাবে তার আয়ের সঠিক ব্যবহার তিনি করতে পারেন যাতে দেনা শোধ করা যায়। Email | Martha Elena Montenegro因女性创业辅导计划而获益,她用部分农地收成制作产品,但可惜历经各种努力后,赚来的钱都拿去偿还借款,她在影片中说明,自己应该如何分配所得,才能够尽早还清债务。 |
12 | লিখেছেনJuliana Rincón Parra অনুবাদ করেছেন রেজওয়ান@rezwan | 校对:Soup |