# | ben | zhs |
---|
1 | ইরান: আফগানদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের প্রেক্ষাপটে একটি পাতার সূচনা | 伊朗:改变对阿富汗人的种族歧视 |
2 | ইরানের নগরী ইস্পাহানে বাস করা বেশ কয়েকজন আফগান নাগরিককে, ১ এপ্রিল, ২০১২ তারিখে, নববর্ষ উদযাপন উৎসব নওরোজের তৃতীয় দিনে কর্তৃপক্ষ পার্কে প্রবেশ করতে বাধা প্রদান করে, ইরানের বেশ কয়েকজন ব্লগার এই সংবাদে তাদের বিরক্তি প্রকাশ করেছে। এই দিনগুলোতে বাইরে বনভোজন করে কাটানো এই অঞ্চলের একটা প্রথা। | 数名博客表达他们对当局的厌恶,因为他们得知在2012年4月1日,也就是波斯新年诺鲁兹节的第13天,旅居在伊朗伊斯法罕市的阿富汗人遭到当局禁止进入公园内;根据传统,波斯是在这天到户外野餐来庆祝。 |
3 | যদিও ইস্পাহানের এক সরকারি কর্মকর্তা এই ঘটনার কথা অস্বীকার করেছে [ফারসী ভাষায়] যে আফগানরা এ রকম কোন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ছিল না, এই ঘটনার পর ইরানী নাগরিকদের বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ প্রদানের জন্য ফেসবুকে একটি পাতা সৃষ্টি করা হয়েছে। | 仅管伊斯法罕的官员否认是针对阿富汗人,脸书上仍旧有网民发起鼓励伊朗人对抗种族歧视的活动,页面上的标志写着,“我们都是阿富汗人”,有近4000人支持连署。 |
4 | এই পাতার যে লোগো, তাতে বলা হয়েছে, “ আমরা সকলে আফগানী”। প্রায় ৪০০০ নাগরিক এ প্রচারণাকে সমর্থন করেছে। | 除了许多合法的阿富汗移民和难民之外,根据某些报告,目前有超过一百万名无身份的阿富汗流亡人士居住在伊朗境内。 |
5 | বেশ কিছু সংবাদ অনুসারে, অনেক বৈধ অভিবাসী এবং উদ্বাস্তু ছাড়াও, ইরানে অবৈধভাবে লক্ষ লক্ষ আফগানী নাগরিক বাস করে। ইরানী ব্লগার সেপিড এন্ড সিয়াহ (যার মানে হচ্ছে সাদা এবং কালো) বলছে [ফারসী ভাষায়]: | 伊朗博客Sepid and Siah(意即白与黑)说: |
6 | আমার আফগান ভ্রাতা এবং ভগ্নি, আমি লজ্জিত। | 我的阿富汗兄弟姊妹们,我感到很羞耻。 |
7 | আমি লজ্জিত এই কারণে যে আমার স্বদেশ, যেখানে আপনারা উদ্বাস্তু, সে দেশটি আপনাদের প্রতি তেমন অতিথিপরায়ণ নয়…কিন্তু ক্ষমতাসীন কিছু মানুষের কাছ থেকে আমি কি আশা করতে পারি, যারা বছরের পর বছর আপনাদের অপমান করে আসছে, যারা কিনা যথারীতি ইরানী নাগরিকদেরও অপমান করে থাকে। | 我的国家,让你们作庇护所,却不是个很好的主人,让我很羞愧…但是这些年来试着要羞辱你们的政府部门的那些人,我对他们能够指望什么,他们早就让我们伊朗人蒙羞了。 |
8 | কিন্তু আমি লজ্জিত এই কারণে যে আমার স্বদেশের নাগরিকরা আপনাদের উপলব্ধি করতে পারছে না। | 我很羞愧我们的人不理解你们。 |
9 | খোরশিদনেশান লিখেছে [ফারসী ভাষায়]: | Khorshidneshan写道: |
10 | বর্ণবাদ ইরানী নাগরিকদের অন্যতম এক চারিত্রিক বৈশিষ্ট্য। | 种族歧视只是伊朗人的特性之一。 |
11 | সমস্যা কেবল ইসলামিক প্রজাতন্ত্র বা ইস্পাহানের নির্বোধ কর্মকর্তাদের মাঝে বিরাজ করছে না, যারা পার্কে আফগান নাগরিকদের জমায়েত নিষিদ্ধ করেছে, সমস্যা আমাদের মাঝেও [ইরানী নাগরিক] রয়েছে, কারণ আমরা এটিকে সমর্থন করি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করি না…। | 问题不仅仅在于伊斯兰共和国和命令禁止阿富汗人在公园聚集的那个愚蠢伊斯法罕官员。 问题源自于我 们伊朗人民,因为我们支持它,没有提出抗议…对于他们的歧视也不是新鲜事。 |
12 | আফগান নাগরিকদের বিরুদ্ধে বৈষম্য নতুন কিছু নয়। এমনকি দীর্ঘ সময় ধরে ইরানে বাস করার কিংবা ইরানী নাগরিককে বিয়ে করার পরেও, একজন আফগান নাগরিকের জন্য ইরানের পরিচয়পত্র পাওয়া খুব কঠিন অথবা অসম্ভব বিষয়। | 即使住在这里很多年或与伊朗人结婚,阿富汗人要取得伊朗身分证非常困难或不 可能。 |
13 | শাহিন শার ব্লগ বলছে [ফারসী ভাষায়], আসুন আজ থেকে ইরানে আফগানী নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত বর্ণবাদের ইতি টানি। | Shahin Shar的博客说道,让我们今天就在伊朗终结对阿富汗人的歧视。 |
14 | ব্লগার বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে যে, কি ভাবে আফগানিদের এক সুইমিং পুলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। | 这名博客发表了好几张照片,其中一张是显示阿富汗人被禁止到游泳池。 |
15 | ইরানের প্রচন্ড সেন্সরশিপের কারণে আমরা কখনোই জানতে পারব না সেদিন পার্কে আসলে কি ঘটেছিল। | 由于伊朗的严格查禁,我们可能永远都无法知道当天在公园到底发生了甚么事。 |
16 | তবে আমরা নিশ্চিত হতে পারি যে, অনেক ইরানী জানে যে ইরানে ক্রমাগত আফগানদের বিরুদ্ধে বৈষম্য বজায় রাখা হচ্ছে এবং তারা একটি নতুন পাতা চালু করার ইচ্ছা প্রকাশ করেছে। | 同时我们可以确定,许多伊朗人知道阿富汗人持续受到歧视的现象,也希望能够有所改变。 |