# | ben | zhs |
---|
1 | গাজা/এসডেরট: ইজরায়েল এবং প্যালেস্টাইন একসাথে ভিডিওতে | 以色列、巴勒斯坦:录像对照记 |
2 | গাজা/এসডেরট: সব প্রতিকুলতার মাঝেই জীবন নামক প্রকল্প একটি উৎকৃষ্ট উদাহরণ কিভাবে অনলাইন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়া যায়। | |
3 | ফরাসী জার্মান সাংস্কৃতিক টিভি চ্যানেল আর্টে. টিভির পৃষ্ঠপোষকতায় গঠিত এই প্রকল্পে সহিংসতা পূর্ণ সীমানতের দুইদিকে বারজন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। | 「加萨/斯德洛的生活」计划呈现透过网络媒体,可以如何搭建不同文化与世界观之间的桥梁,这项计划是由法国与德国文化电视台ARTE.tv推动,其中记录12人在动乱边界两侧的日常生活,拍摄期间共十星期,于12月23日划下句点。 |
4 | দশ সপ্তাহের এই প্রকল্প গত ২৩শে ডিসেম্বর শেষ হয়েছে। | 在两分锺的片段里,我们得以窥见六位加萨居民与六位斯德洛居民这两个月的生活。 |
5 | গত দুই মাসে প্যালেস্টাইনের গাজার ছয়টি এবং সীমান্তের ওপারে ইজরায়েলের এসডেরটের ৬টি চরিত্রের জীবনযাত্রার খন্ডাংশ প্রতিটি দুই মিনিট দৈর্ঘের ভিডিওতে ধারণ করা হয়েছে। অনলাইন মিডিয়ার একটি আশ্চর্য সুবিধা আছে যে এটি আন্তর্জালিক, একে অপরের সাথে ক্রিয়া করতে পারে। | 网络媒体的一大优势在于互动,各位可用多种方式浏览共80段录像,例如依据时序观赏,巴勒斯坦画面在右,以色列画面在左;或可选择一次看完其中一人两个月的生活,再接着看下一人;或者从地图上的拍摄地点选择观看;或者根据某个主题,浏览不同人物同一主题的看法;或者选择不同语言,录像内容包括阿拉伯语、希伯来语、英语、法语及德语五种。 |
6 | আপনি ৮০টি ভিডিও বিভিন্নভাবে দেখতে পারেন। আপনি এদেরকে সময়ের ক্রম অনুসারে দেখতে পারেন, প্যালেস্টাইনের একটি ভিডিও ডানে ও ইজরায়েলের একটি ভিডিও বামে। | 网站设计都能让人随时观看边界双方的生活,让观众有绝佳机会,能了解双方生活其实同多于异,人们都有希望、梦想与忧虑。 |
7 | আপনি একটি বিশেষ চরিত্রও ঠিক করে গত দুমাসে তার উপর নির্মিত সব ভিডিও দেখতে পারেন। | |
8 | আপনি ম্যাপ দেখে কোন নির্দিষ্ট স্থানে নির্মিত ভিডিও দেখতে পারেন, অথবা একটি বিষয় নির্বাচন করতে পারেন, যে বিষয় নিয়ে যে সব ভিডিও নির্মিত হয়েছে সব দেখতে পারেন। | |
9 | আপনি একটি নির্দিষ্ট ভাষাও ঠিক করতে পারেন: এর বিষয়বস্তু আরবী, হিব্রু, ইংরেজী, ফরাসী ও জার্মান ভাষায় পাওয়া যাচ্ছে। এই সাইট সব সময়ই আপনাকে সুযোগ দেয় তা দেখতে যে একই সময় সীমান্তের ওপারে কি ঘটছে। | 例如Heba Safi是加萨青年记者俱乐部成员,她在多段录像谈到自己的生活,以及自己周遭的议题:医疗、巴勒斯坦青年生活、身为女性、友谊、购物、运动、职业、希望现况改善等。 |
10 | ফলে দর্শকরা আঁচ করতে পারে যে সীমান্তের উভয় পাশের জীবনযাত্রার মধ্যে পার্থক্যের চেয়ে সাদৃশ্যই বেশী। | |
11 | উভয় দিকের মানুষেরই আশা, স্বপ্ন এবং উদ্বেগ রয়েছে। | 在以下录像中,她提及身为女性与试图成为专业记者: |
12 | উদাহরণ স্বরুপ, হেবা সাফী গাজার তরুণ সাংবাদিক সংঘের একজন সদস্যা এবং তিনি বেশ কটি ভিডিওতে তার ওবং তার পারিপার্শিক জীবন সম্পর্কে বর্ণনা করেছেন। | |
13 | চিকিৎসা সুবিধা, প্যালেস্টাইনের যুবাদের কথা, মেয়ে হিসেবে তার জীবন, বন্ধুত্ব, কেনাকাটা, খেলাধুলা এবং তার পেশা ইত্যাদি বিষয় আলোচনা ছাড়াও তিনি তার আশা জানিয়েছেন যে সবকিছু ভালোর দিকে এগুবে। | |
14 | নীচের ভিডিওতে তিনি মেয়ে হিসেবে সাংবাদিকতা ক্যারিয়ার গড়ার ব্যাপারে বলছেন: ড্যানিয়েল মোরদেচাই দর্শকদের জানাচ্ছে ১৬ বছর বয়সী একজন মেয়ের দৃষ্টিতে এসডেরটে জীবন কেমন তা। | Daniele Mordechai向观众述说身为16岁女孩在斯德洛的生活,在演戏、求学与生存求取平衡,在以下录像中,做为保姆的她要孩子模拟「红色警戒」情况躲起来,而场景是世界上唯一有防空洞的游乐场: |
15 | তিনি অভিনয় করেন এবং একইসাথে স্কুলে পড়াশোনা করেন। | 加萨五位民众的最终结论请见以下录像: |
16 | নীচের ভিডিওতে তিনি “রেড এলার্ট” খেলেন তার দেখাশোনা করা সেইসব শিশুদের সাথে, পৃথিবীর একমাত্র সুসংরক্ষিত খেলার যায়গায়: | |
17 | নীচের ভিডিওতে গাজার বিভিন্ন চরিত্রের পরিণতি দেখানো হয়েছে: | 斯德洛五位民众的最终结论请请此: |
18 | এসডেরটের বিভিন্ন চরিত্রের পরিণতি দেখানো হয়েছে এই ভিডিওতে: এছাড়াও আরও অনেক গল্প আছে যেগুলো আপনারা দেখতে পাবেন ছাত্র-ছাত্রী, গৃহবধু, মৎসজীবি, এমব্যুলেন্স ড্রাইভার, মার্শাল আর্ট প্রশিক্ষক, কৃষক, ডাক্তার, মুদি দোকানের মালিক এবং নাপিত ইত্যাদি বিভিন্ন চরিত্রের বর্ণনায়। | 网站上还有许多不同故事,其中人物包括学生、音乐家、家庭主妇、艺术家、渔夫、救护车驾驶、武术指导员、农夫、医师、杂货店老板、发型师、拳击手等,无论身份为何,他们都展现对和平的深层渴望。 |
19 | সব মিলিয়ে এইসব চরিত্র শান্তির গভীর আশা প্রকাশ করে। | 校对:Portnoy |