# | ben | zhs |
---|
1 | আফ্রিকা: আফ্রিকার সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণ নিয়ে আলোচনা করছে ব্লগাররা সাব সাহারা অঞ্চলে প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে যে আফ্রিকার সমকামী পুরুষদের মধ্যে এইচআইভির হার অনেক বেশি। | 非洲:同性恋问题 |
2 | বিবিসি রিপোর্ট করেছে যে রাষ্ট্র আফ্রিকার সমকামীদের এই উদাসীনতার ও যৌন শিক্ষার অভাবের ব্যপারে অনেক কিছু করতে পারে। যৌন অনুভুতি প্রকাশের স্বাধীনতা ক্ষেত্রে এটা পরিস্কার যে পুরুষ সমকামীরা এখনো জাতীয় পর্যায়ে মনোযোগ আর্কষণ করতে পারেনি এবং পুরুষ ও পুরুষে যৌন মিলনের সময় রোগ প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এখনো পুরোপুরি সচেতনতা গড়ে ওঠেনি। | 本系列报导由全球之声与联合国人口基金合作制作博客「为更好世界,对话」( Conversations for a Better World )內容· 所有文章 |
3 | এই বিষয়টি অনেক সমকামী এবং উভকামীদের ঝুঁকির মুখে ফেলে দেয়। | [本文英文版原载于2009年7月23日] |
4 | বিশেষ করে যে সমস্ত পুরুষ মিলনের সময় কোন ধরণের সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণ না করেই পুরুষ ও নারী উভয়ের সাথে যৌন মিলনে লিপ্ত হয় এবং তাদের উভয় ধরণের যৌনসঙ্গী থাকে। | 撒哈拉南部的研究显示,非洲男同性恋罹患爱滋病的比例偏高,而BBC报导指出, 这是因为非洲同性恋者普遍没有接受性教育并且非常陌生。 |
5 | এমএসএম বা পুরুষ ও পুরুষে মিলন সমন্ধে জানা খুবই কঠিন। কারন তারা তাদের এই সম্পর্ক প্রকাশ করতে অনিচ্ছুক। | 虽然非洲人同样渴望拥有表述情欲的自由,但倡导同性恋的人仍是极少数,人民也尚未完全认同宣导安全同志性行为的活动。 |
6 | তারা এই সর্ম্পকের ফলে যে সমস্যা হতে পারে সে ব্যপারে উদাসীন এবং এখনো তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে যেখানে এইচআইভি নিয়ে সচেতনতা প্রয়োজন। | 这样的情况十分危险,同性恋者和异性恋者皆因此成了罹患爱滋病的高危险群,而有多重性伴侣却又不使用保险套的双性恋者更是前景堪忧。 |
7 | চলুন আমরা সমকামী বিষয় নিয়ে আফ্রিকান ব্লগারদের দৃষ্টিভঙ্গি সমন্ধে শুনি। সাইমন কলেরি যুক্তি দেখাচ্ছেন যে সমকামীতা প্রতিরোধ আইন যা সমলিঙ্গের মধ্যে যৌন সর্ম্পককে অপরাধ হিসেবে গন্য করবে তা এইচআইভি ছড়িয়ে পড়া রোধ করাকে আরো কঠিন করে তুলবে: | 男 同志经常受到歧视,所以多半不愿公开表示性向,性教育无法落实,爱滋病变藉此萌孳温床。 |
8 | যখন এইচআইভি ছড়ানো কি ভাবে বন্ধ করানো যায় তার কথা আসে, সমলিঙ্গের সর্ম্পককে অপরাধ হিসেবে দেখার কারনে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে পুরুষ ও পুরুষের মধ্য যৌন সর্ম্পকের ক্ষেত্রে। সমকামী পুরুষেরা এইচআইভি রোগে আক্রান্ত হবার ক্ষেত্রে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের দ্বারা এই রোগ আরো বেশি পরিমানে ছড়িয়ে পড়তে পারে তাদের চেয়ে যারা এককভাবে উভয়কামী যৌন সর্ম্পকে জড়িয়ে রয়েছে। | 以下是一位来自非洲的LGBT(LGBT是女同志、男同志、双性恋 者、跨性别者的缩写)博客的观点。 |
9 | এর মানে এই হওয়া উচিত যে পুরুষে পুরুষে যৌন সর্ম্পক নিয়ে কোন লুকোচুরি খেলা উচিত নয়। | Simon Collery反对乌干达通过反同性恋法,因为将同性恋视为犯罪的法案只会恶化男同志感染爱滋病的状况: |
10 | তাদের যৌনসর্ম্পকের বিষয়টি পরিস্কার ভাবে জানানো উচিত। | 把同性恋视同于罪犯只会让爱滋病防治工作雪上加霜。 |
11 | যদি এই সর্ম্পকের বিষয়টি তারা না জানাতে পারে, এ ক্ষেত্রে পুরুষ সমকামী শ্রেণীর মধ্যে এইচআইভির সংক্রমণের হার কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা পুরণ করা সম্ভব হবে না। | 男同志的性行为比异性恋的更容易染上爱滋,传染给伴侣的可能性也比较 高。 |
12 | তারা নিজেদের সমকামী পরিচয় লুকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। পুরুষ সমকামীরা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করতে যেতে আগ্রহী হবে না। | 而社 会必须提供一个友善的环境,让男同志的性行为不再是个不能说的秘密,这样才能针对此族群加强宣导,有效防治爱滋。 |
13 | আইন তাদের আশ্রয় দেবে না। এমনকি তারা বর্তমানে যতটা ঝুঁকির মধ্যে রয়েছে তখন তারা এর চেয়ে বেশি নাজুক অবস্থার মধ্যে পড়ে যাবে। | 但男同志总是尽力躲藏;他们无法安全就医,不受法律保障;一旦反同志法通过了,男同志会比现在更容易感染爱滋,要降低爱滋病人数量也就更加困难了。 |
14 | এটি আরো বিপজ্জনকভাবে এইডস এর রোগ ছড়ানো বন্ধ করার পথে এক বিশাল বাঁধা হয়ে দাড়াবে”। উগান্ডার এইডস কমিশনের ডাইরেক্টর জেনারেলের (ইউএসি) গত বছরের এক বক্তব্য এখানে উদ্ধৃত করা হয়েছে। | 乌干达爱滋病委员会(UAC)总干事去年曾说过:「男同志是乌干达爱滋病传播的原因之一,但由于我们无法有效掌握男同志的来源,所以目前仍无法有效推动爱滋病防治工作」。 |
15 | “পুরুষ সমকামীরা উগান্ডায় এইচআইভি ছড়ানোর অন্যতম মাধ্যম। | 乌干达的同性恋者的回覆是: |
16 | কিন্তু স্বল্প সম্পদের কারণে এই সময়ে আমরা সরাসরি তাদের মাঝে কোন কর্মকান্ড পরিচালিত করতে পারি না”। | 从爱滋病在乌干达开始蔓延以来,已经二十六年了,却没有一个政府针对男同志宣导爱滋病预防工作。 |
17 | উগান্ডা হোমোসেক্সুয়াল এর জবাব দিচ্ছে: * প্রায় ২৬ বছর হলো সেখানে এইচআইভি নামের মহামারি শুরু হয়েছে। | 自从爱滋病成了全球性的传染病以来,男同志一直都是染病的高危险群。 |
18 | এখন পর্যন্ত একটি সরকারও উগান্ডার পুরুষ সমকামীদের মধ্যে এই রোগ প্রতিরোধের কোন উদ্যাগ নেয়নি। | 爱滋病委员会总干事的说词让人十分遗憾,其他官员也曾表明,认为男同志因该被放逐到孤岛上等死。 |
19 | * সারা বিশ্বে ছড়িয়ে পড়া এইডস নামের মহামারি শুরু হবার পর থেকেই জানা গেছে যে পুরুষ সমকামীরা এই রোগের ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ সম্প্রদায়। | UAC的顾问表示:「从过去的经验来看,为男同志举办爱滋病防治活动,根本就是在提供他们恣意妄为的管道,他们那些行为不仅犯法,而且还伤天害理。」 |
20 | ডিরেক্টর জেনারেলের এই বিবৃতি দু:খজনক, তার সাথে উগান্ডার অন্য সব নেতাদের বক্তব্যও, যারা বলেছেন যে পুরুষ সমকামীদের এক দ্বীপে পরিত্যাক্ত অবস্থায় রেখে আসতে হবে, যাতে তারা সেখানে মারা যায় এবং ইউএসির একজন উপদেষ্টা বলেন যে, “আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে এইচআইভির বিরুদ্ধে প্রচারে সমকামীদের নিয়ে আসলে তা কেবল তাদের এই অবৈধ এবং অস্বাভাবিক কাজকে বৈধতা দেওয়া হয়”। | |
21 | আমরা উগান্ডাবাসী। | 我们是乌干达人。 |
22 | আমরা সমকামী উগান্ডাবাসী। | 我们是男同志。 |
23 | আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। | 我们有权过生活。 |
24 | আমাদের স্বাস্থ্যবান ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। | 我们有权追求健康。 |
25 | এইচআইভি মুক্ত হয়ে আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। | 我们有权免于爱滋病的威胁。 |
26 | এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার রয়েছে। | 我们有权获得正确的爱滋防治知识,并享有医疗照顾。 |
27 | আমাদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, আমাদের প্রেমিক, পরিবার ও সম্প্রদায়কে রক্ষা করার অধিকার রয়েছে। | 我们有权保护自己、家人,和我们的社区。 |
28 | এইচআইভি রোগ আবিষ্কারের ২৬ বছর পার হয়ে গেছে। পুরুষ সমকামীরা এইচআইভি সমন্ধে প্রচলিত গল্প আর কল্পকাহিনীকে বিশ্বাস করে। | 从爱滋病爆发这二十六年以来, 乌干达 的男同志因政府偏颇且不科学的大众教育活动,而误信了有关爱滋病的迷思和谎言。 |
29 | অবৈজ্ঞানিক জনশিক্ষা ও সরকার যে সমস্ত প্রচার চালায় তার কারণেই তাদের এই বিশ্বাস তৈরী হয়েছে। এই সমস্ত মিথ্যা সত্বেও আমরা বলি সকল মানুষের পক্ষপতাহীনভাবে প্রতিরোধ, যত্ন, চিকিৎসা এবং সমর্থন দরকার। | 虽然政府这样对待我们,人们还是有权瞭解正确的爱滋病预防方法、接受医疗照 顾,并且得到支持。 |
30 | এখনো আফ্রিকায় পুরুষ সমকামী হওয়া মানে সবার চোখে ঘৃণার পাত্র হওয়া। সংস্কৃতি, ধর্ম এবং মানুষের ঘৃণা, সবকিছুতেই। | 非洲的男同志有如深陷猛兽恶腹之中,腹背受敌。 |
31 | ব্লগাররা অনুভব করছে যে পুরুষ সমকামীদের মধ্যে এইচআইভি প্রতিরোধ প্রচারণা আরো কার্যকর হওয়া উচিত এবং পুরুষ সমকামীদের খারাপ চোখে দেখাকে অবশ্যই এড়াতে হবে। এতে পুরুষ সমকামী নিজেদের রক্ষা করার ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। | 除了要消弥文化、宗教以及同性恋恐惧症所带来的歧视,博客认为政府应强化男同志的爱滋病防治活动,而大众对于男同志的刻板印象也必须改善,这样男同志才能有自信去保护自己。 |
32 | সরকার অন্তত চেষ্টা করলে এই লোকগুলোকে অজ্ঞতা থেকে মুক্তি দিতে পারে। | 政府至少要试着努力拯救这些乌干达的男同志,让他们不必再隐晦于世。 |
33 | সিবাস্পেস এই বিষয়ে তার অনুভুতির সারাংশ প্রকাশ করছে: | 以下是Sebaspace对于此事的看法: |
34 | দু:খজনক, এটা বাজে একটা বিষয় যে আফ্রিকার কোন দেশের সরকার এ ব্যাপারে মনোযোগ দেয়নি বা দেবার ইচ্ছাও প্রকাশ করেনি। | 很遗憾的,不太可能有非洲国家的政府会重视这个问题,连瞭解这件事情的意愿都没有。 |
35 | এটা আসলেই অপরাধ ….. উচ্চারণ অযোগ্য খারাপ কর্ম। | 同性恋是罪…如恶魔般的罪。 |
36 | গে উগান্ডা অনুভব করে সম্প্রদায়ও সাধারণভাবে এর জন্য মুল্য দিচ্ছে: | 一位乌干达的男同志认为,社会大众也必须付出代价: |
37 | ঠিকভাবে বললে, পুরো সম্প্রদায় আমাদের সাথে এর জন্য মুল্য দেবে। কাজেই, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? | 社会大众也应该要和我们一样付出代价,这样才公平。 |
38 | মনে হচ্ছে, যদি আমরা আমাদের অভিযোগগুলোও ছুঁড়ে ফেলতে পারতাম। | 所以到底要怪谁呢? |
39 | টামাকু কেনিয়ার এক নাগরিক। | 看来我们也可以开始怪别人了呀! |
40 | তিনি একজন পুরুষ সমকামীর দিনপঞ্জি নামের ব্লগ লিখেন। | Tamaku在他记录一位肯尼亚男同志的日记上写道: |
41 | তিনি লিখেছেন: সাব-সাহারান আফ্রিকায় এইচআইভি তার ধ্বংস সাধন করে যাচ্ছে। | 爱滋病持续在撒哈拉以南的非洲大幅肆虐,这是全球爱滋疫情最严重的地方。 |
42 | সারা বিশ্বের যে কোন এলাকার চেয়ে এখানে এইডস রোগের হার বেশি। | 特别是有性生活的非洲男同志得病最多。 |
43 | এটি আফ্রিকার পুরুষদের এই রোগ দেখা যায়। | 一位读者回应了Tamaku: |
44 | যায় বিশেষ করে যে সমস্ত পুরুষ আরেকজন পুরুষের সাথে মিলিত হয় তারা এই রোগে আক্রান্ত হয়। অন্যতম এক পাঠক তার পোস্টে মন্তব্য করেছে: | 很不幸的,目前,撒哈拉以南的非洲地区大都只针对占多数的异性恋进行爱滋防治宣导。 |
45 | দুভার্গ্যজনকভাবে আফ্রিকার সাব-সাহারার দেশগুলোতে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম জোরালোভাবে সংখ্যাগরিষ্ট উভকামীদের মধ্যে বেশী চালানো হয। | 一直到现在,还有不少国家的男同志以为爱滋病 毒只会在异性的性行为间传染。 |
46 | কিছুদিন আগ পর্যন্ত অল্প সংখ্যক সমকামী পুরুষ বিশ্বাস করতো যে, এই রোগ কেবলমাত্র পুরুষ ও মহিলার মিলনেই হয়। পুরুষ তার পুরুষ সঙ্গীদের সাথে কোন ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা ছাড়া মিলিত হয় এবং এই ধরণের পুরুষ কেবল একজন মহিলার সাথে মিলিত হত (সম্ভবত তাদের স্ত্রী)। | 所以,他们即使和多位同性伴侣不使用保险套就发生性行为也不会担心,因为他们以为只和一个女人(有可能是他的老婆)有性行 为,就不会感染爱滋。 |
47 | তাই তারা বিশ্বাস করতো যৌন জীবন যাপনের ক্ষেত্রে সবকিছু ঠিক আছে। | 爱滋病毒会抓住任何一个机会,利用病毒直肠上大量的毛细管在人体内肆虐。 |
48 | এই ভাইরাস প্রচণ্ড সুযোগ সন্ধানী, যা একবার সুযোগ পেলেই শরীরে প্রবেশ করতে পারে এবং পায়ু পথে তার প্রবেশ ঘটে থাকে, যেখান দিয়ে মানুষ আক্রান্ত হতে পারে। | 毛细管易破,一旦毛细孔破了,应该就是最容易感染的时候。 |
49 | আফ্রিকার সমকামীদের কঠিন অবস্থার কথা তুলে ধরে দি এলজিবিটি এ্যাসাইলাম একটি প্রবন্ধ পোস্ট করছে, যার লেখক এডওয়ার্ড কুওরো। এর শিরোনাম “তানজানিয়ায় পুরষ সমকামীদের অধিকার লংঘনের বিষয়ে জাতিসংঘের কাছে এ্যাকটিভিস্টের দরখাস্ত” : | 为了要突显非洲同性恋所受的苦难,LGBT庇护所张贴了一篇由Edward Qooro写的文章,名为「行动主义者为坦桑尼亚违反同性恋权益向联合国请愿」: |
50 | মানবাধিকার প্রচার কর্মীরা জাতি সংঘের কাছে এক তথ্য জমা দিয়েছে। তারা তানজানিয়ার বিরুদ্ধে এক অভিযোগ করেছে যে, দেশটি মহিলা ও পুরুষ সমকামী, উভলিঙ্গ ও লিঙ্গ পরিবর্তন (এলজিবিটি) ব্যক্তিদের অধিকার লংঘন করছে। | 人权工作者向联合国提出一份报告,指责坦桑尼亚危害女同志、男同志、双性恋者,和变性人(LGBT)的权力。 |
51 | এই রিপোর্ট এ মাসেই জাতিসংঘের মানবাধিকার কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। এতে তুলে ধরা হয়েছে সামাজিক ও আইনগত বাঁধাগুলো। | 这份报告已在本月提交至联合国的人权委员会,希望能突显身活在这类社会制度之下的同性恋者,因为社会和法律的阻碍,让他们失去自由。 |
52 | এই সমস্ত বিষয় এই সম্প্রদায়ের অধিকার অর্জনে জটিলতা সৃষ্টি করে, এক ধরনের সামাজিক সর্ম্পকের মাধ্যমে। | 这份报告转呈三个非政府组织:东非人权促进中心、国际同性恋人权委员会,以及全球权益会。 |
53 | এই রিপোর্ট তিনটি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পুরণ করা হয়েছে: দি সেন্টার অফ হিউম্যান রাইটস প্রমোশন অফ ইস্ট আফ্রিকা, ইন্টারন্যাশনাল লেসবিয়ান এন্ড গে হিউম্যান রাইটস কমিশন, দি গ্লোবাল রাইটস। | Tamaku在博客上举办了一场为期三个月的投票,想瞭解读者是否认为肯尼亚的同性恋理当受到歧视,结果百分之四十一的人不这么认为,百分之二十八的人认为肯尼亚无法接纳同性恋者。 |
54 | টামাকু তার ব্লগে তিন মাস ধরে এক জরীপের ব্যবস্থা করেছেন। | 其中有一篇文章显示了百分之九十六的回覆者皆反对同性恋: |
55 | তিনি পাঠকদের জিজ্ঞেস করেছেন কেনিয়ায় সমাকামীতাকে নিরপরাধ কর্ম হিসেবে বিবেচনা করা হবে কি না। | 然而,社会大众的敌意是千真万确的。 |
56 | ৪১ শতাংশ লোক বলেছে না, এবং ২৮ শতাংশ লোক অনুভব করে কেনিয়ায় সমকামীতার কোন স্থান নেই। | 2005年的投票结果显示,百分之九十六的应答者觉得他们的信仰被同性恋者给污辱了。 |
57 | তার ব্লগের এক পোস্টে দেখা যাচ্ছে ৯৬% জন সমকামীতার বিপক্ষে। যাইহোক এ ব্যাপারে যে জনতার বৈরিতা রয়েছে যা এক সত্য। | 能认同自己的身份并以此为荣的年轻男同志,大多都能公开表态,并且寻求同性恋的楷模来砥砺自己。 |
58 | ২০০৫ সালের এক জরিপে দেখা গেছে যে ৯৬ শতাংশ সাড়া প্রদানকারী অনুভব করেন যে সমকামীতা তাদের বিশ্বাসের প্রতি অপমান। | Afrogay是现居美国的尼日利亚男同志,他写道: |
59 | অনেক তরুণ সমকামী তাদের এই পরিচয়ের কারনে গর্বিত। তারা নিজেদের কথা বলেছ এবং তারা সমকামী পুরুষদের আর্দশ হবার জন্য যা নিজেকে ছাড়িয়ে যেতে চায়। | X世代现在过的生活是媒体形塑出来的,难道身为男同性恋就是这样吗? |
60 | আফ্রোগে একজন নাইজেরিয়ান। বর্তমানে তিনি আমেরিকায় বাস করছেন। | 不是的,世上有很多正面的黑人同性恋楷模,有些我们看得见,有些则否。 |
61 | তিনি লিখেছেন: এখন নতুন প্রজন্ম এমন এক জগতে বাস করছে যা প্রচার মাধ্যম তাদের দিয়েছে। | 这些年长的同性恋男人应该要成为年轻一辈的灵魂导师,鼓励他们处事正向,培养技能并学有所用,而不是只想和他们发生性关系。 |
62 | পুরুষ সমকামীতা কি এই? এর উত্তর হলো না, সেখানে কালো পুরুষ সমকামী রয়েছে যারা কিছু ভালো আর্দশ রয়েছে। | 身为一个年轻的非裔美国男同志,这正是我所追寻的。 |
63 | কেউ এর বাইরে কেউ বা নয়। এই সমস্ত বৃদ্ধলোকরা অবশ্যই তরুণদের শিক্ষক হতে পারে এবং তাদের কাছ থেকে সবাই কেবল যৌনতা চাইবে না। | 我渴求一位灵魂导师,一位已经准备好要教导和照顾年轻一代男同志的楷模榜样。 |
64 | ইতিবাচক ভাবে তারা তরুণদের উৎসাহ দেবে যাতে তারা তাদের প্রতিভা গড়ে নেয় এবং একে একটা বিশেষ উদ্দেশ্য ব্যবহার করে। | 我能找到这样一个人吗? |
65 | একজন তরুণ আফ্রিকান আমেরিকান পুরুষ হিসেবে আমি যা অন্বেষণ করছি তা হলো, একজন গুরু, একজন আর্দশ পুরুষ, আমি খুঁজছি এমন একজনকে যে এক তরুণ পুরুষ সমকামীর যত্ন নিতে পারবে ও তাকে শিক্ষা দিতে পারবে। কেউ একজন আছেন কি? | 双头蛇和爱滋病:迷思&事实?: |
66 | গোপনীয়তায় এইচআইভি: কথন এবং বাস্তবতা?: আমি মনে করি, আমরা এক বিপজ্জনক অবস্থানে রয়েছি। | 大众不承认有些人有不同的性倾向的话是很危险的,因为很可能造成有些人私底下和双性发生关系,表面上却又不承认。 |
67 | যখন লোকজন স্বাকীর করতে অস্বীকার করে যে ভিন্ন ধরনের যৌন ভাবনার মানুষও রয়েছে এবং এভাবে তারা বাস করে! তখন এই বিষয়টি লোকজনকে (কিছু) বিষয় গোপন রাখতে বাধ্য করে। | 大家时常忽略的是,同性恋也是人;他们和世界上其他人一样,也渴望爱人和被爱,也有性欲需要被满足。 |
68 | জনগণ যে বিষয়টি উপলদ্ধি করতে ব্যর্থ হয়, তা হলো সমকামী পুরুষেরাও সামাজিক মানুষ। | 倘若我们强迫他们忽视自己的性向,就会造成性向的失衡。 |
69 | তারাও সারা পৃথিবীর অন্য সকল মানুষের মতো। | 校对:Portnoy |
70 | তারা ভালোবাসতে চায় এবং ভালেবাসা পেতে চায় এবং তারা শারিরীক আনন্দ ও তৃপ্তির মধ্য যুক্ত হয়, কাজেই আপনি যদি তাদের জোর করে বিস্মৃত করে ফেলেন এবং তাদের যৌন কর্মকান্ডকে লুকাতে বাধ্য করেন বিষয়টি এ ধরণের লোকজনের ক্ষেত্রে যৌনতার হিসেবকে এক ঝুঁকির মধ্যে ফেলে দেবে। | |