# | ben | zhs |
---|
1 | ইরান: খাতামি ব্লগারদের প্রশ্নের উত্তর দিলেন | 伊朗:前总统回答博客问题 |
2 | গত রবিবার ভূতপুর্ব সংস্কারপন্থী ইরানী প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি, যিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মির হুসেন মুসাভির প্রার্থীতা সমর্থন করছেন, একটা ইন্টারনেট টিভি অনুষ্ঠানে অংশগ্রহন করেন যা মোউজ৪ নামে সংস্কারপন্থীরা শুরু করেছেন। | |
3 | ইন্টারনেট থেকে যাদের প্রশ্নের উত্তর দেন খাতামি তাদের মধ্যে ছিল ব্লগার, ফেসবুকের আর টুইটারের সদস্য। তিনি বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন যেমন নির্বাচন, বৈদেশিক নীতি আর ইন্টারনেট। | 伊朗前改革派总统卡塔米(Mohamad Khatami)正支持穆沙维(Mir Hussein Mousavi)参选总统,卡塔米于5月31日参加改革派推出的网络电视节目「Mowj4」。 |
4 | খাতামি আরো বলেছেন যে প্রতিদিন তিনি অন্তত এক ঘন্টা সময় ব্যায় করেন ব্লগ আর ওয়েবসাইট পড়ে। তিনি আরো বলেছেন যে যদিও তিনি নিজে ব্লগার না তারপরেও তিনি ব্লগ পছন্দ করেন। | 卡塔米接受各种来自博客、Facebook及Twitter使用者的问题,内容也五花八门,例如选举、外交政策及网络,卡塔米亦表示,每天至少花一小时阅读博客及网站,并强调自己虽然无博客,但热爱这项媒体。 |
5 | এই অনুষ্ঠান ব্লগারররা আয়োজন করেন আর বেশীর ভাগ প্রশ্ন পড়ে শোনান দুইজন ইরানী ব্লগার, হানিফ মাঞ্জোরি আর সোমায়েহ তোহিদলো। | 这场活动由博客发起,多数问题由Hanif Manzori及Somayeh Tohidloo两位伊朗博客朗读,网友使用各种管道提问,包括Twitter、Facebook、电子邮件及即时通等,FriendFeed上也有民众对这段访问的各种反应。 |
6 | ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রশ্ন জমা দেয়ার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করেন যেমন টুইটার, ফেসবুক, ইমেইল আর ইয়াহু মেসেঞ্জার। ফ্রেন্ডফিডের মাধ্যমে আমরা খাতামির সাক্ষাতকার সম্পর্কে প্রতিক্রিয়াও জানতে পারি। | 在FriendFeed的记录中,卡塔米表示,与美国建立外交关系不该成为禁忌,若穆沙维当选总统,伊朗外交政策将比现在理性许多,也大不相同,卡塔米亦认为,网络趋势无法抵挡,政府有责任提供人民妥善服务。 |
7 | ফ্রেন্ডফিডে আমরা আরো দেখতে পারি যে খাতামি বলছেন যে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হতে পারেনা, আর বিদেশের সাথে ইরানের সম্পর্ক মুসাভি প্রেসিডেন্ট হলে ভিন্ন ধরনের হবে আর আরো বিষয়নিষ্ঠ হবে এখনকার থেকে। | |
8 | খাতামি আরো জানান যে ইন্টারনেটের অগ্রযাত্রা থামানো যাবে না, আর এটা সরকারের দায়িত্ব জনগণকে যথাযথ সার্ভিস দেয়া। | 校对:Soup |