# | ben | zhs |
---|
1 | কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনা | 卡通人物”Meena”改变了南亚民众对女孩的态度 |
2 | মীনার কমিক বইয়ের কভার পাতা। | 屏幕撷取Meena漫画封面。 |
3 | ছবি ইউনিসেফের সৌজন্যে | 图片: UNICEF |
4 | আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ। | 早在二十年前,南亚妇女的社会地位还是相当低落;偏乡地区的女孩受教育的权利被剥夺。 |
5 | তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না। | 许多女孩一旦长大就必须马上结婚,何必给她们良好的教育呢? |
6 | সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার। | 男孩总是能得到最好的资源,而女孩只能捡拾剩余。 |
7 | অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। | 然而,这种歧视的观念正逐渐被改变,而这改变或可部分归功于一个卡通人物。 |
8 | মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো। | 卡通人物”Meena”是同名电视卡通节目的主角,由联合国儿童基金会(UNICFF)赞助,于南亚播出,在当地相当受欢迎。 |
9 | কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে। | 联合国儿童基金会成立了”Meena通信促进会(Meena Communication initiative, MCI)”,旨在改变那些阻碍南亚女孩生存、安全、以及发展的观念与行为。 |
10 | এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে। | 孟加拉国是第一个认识Meena的国家。 1993年,一部描述Meena如何克服困难去上学的影片于孟加拉国国家电视台(Bangladesh national television, BTV)播出。 |
11 | সেই কার্টুন চরিত্রের নাম মীনা। | 影片中的主要配角包含她的兄弟Raju以及她的宠物鹦鹉Mithu。 |
12 | এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র। | UNICFF一份旧报告曾写道: 认识Meena。 |
13 | ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। | 图片来源为维基共享资源。 14年前,她的出现让成千上万的妇女及女孩知道女性也可以很有成就。 |
14 | বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়। | 她触及的议题广泛,从霸凌问题、HIV/AIDS污名,到女孩参与运动的权利。 |
15 | এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু। | Meena的故事情节是趣味而富有娱乐性的,然而故事的核心意义却是反省的,反省着南亚女孩生活的真实处境。 |
16 | মীনা কার্টুনের মূল চরিত্র মীনা। | 透过卡通节目,Meena散播的讯息包含停止童婚及嫁妆问题、提倡卫生厕所、让女孩上学、男女童的平等、当地工人受教育的权利等等。 |
17 | ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে। | 她展现出女性为社会做出贡献的潜力,前提是她们要能够得到平等发挥的机会。 |
18 | প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব। | 这个小小的卡通人物是如何传递这些观念,提供有巨大的力量帮助社会从根本上做出改变? |
19 | সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে। | 家庭主妇Naznin Rahman这样告诉曙光日报(Daily Prothom Alo)[孟加拉国语]: |
20 | মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়। | 我的母亲Zohra Begum在她两名长子结婚时有收取嫁妆,当时Meena还没有开始播出。 从她开始看Meena起,她逐渐对女孩有了更多的同情。 |
21 | ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। | |
22 | একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে। | 当她小儿子结婚时,我们更发现Meena对她造成了影响;她没有为我的弟弟收取任何嫁妆。 |
23 | দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন: | Shuvo Ankur在BDNews24.com的儿童页面写到Meena带来的正面影响: |
24 | আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন। | Meena打从一开始就受到欢迎,而且很快就可以看到她所带来的改变。 |
25 | তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি। | 早些时候,许多偏乡地区的女孩早早就辍学投入家事工作。 |
26 | তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল। | 然而,自从Meena开始播出后情况就开始变了。 影片中的Meena一开始也是被禁止上学,但她改变了她的命运而获准去上学。 |
27 | তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত। | Meena的聪明与机智让她学会了算数以及其他的基本能力,并足以对抗其他人的阴谋诡计而救了她的爸爸。 |
28 | আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি। | 她从小偷的手中救回了他们的牛只。 |
29 | ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও: | 她的才智变得很出名,而南亚各国对女孩的刻意忽视也逐渐开始松动。 |
30 | প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা। | Sohanur Rahman在Kishorebarta上发表言论,认为在这个卡通里可以学到很多东西: |
31 | এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন। | 我们从Meena身上学到了很多。 |
32 | আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো। | 从90年代至今,Meena逐渐成为了一个明星,并在我们的社会中扮演了一个特殊的脚色。 |
33 | মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন। | Meena也透过广播播放。 |
34 | কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না। | Meena的配音员,24岁的Farzana Islam Tithi告诉The Daily Star: |
35 | কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়। | 每个人从小就很喜爱Meena,而且无论老少大家都很喜欢看这部卡通,我过去也一向很爱看。 |
36 | এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে। | 或许Meena的声音从那个时候就开始不断冲击我的想法,而这种感觉也帮助了我为Meena配音。 |
37 | সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে। | 推特用户Bengalithing推崇Meena为角色典范: |
38 | | To be honest, Meena from Meena cartoon was one of my childhood role models. |
39 | আবার বাড়ির গরু চুরি ঠেকায়। | #nosarcasm #truth #bengali |
40 | এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে। | - PerksOfBeingBengali♡ (@bengalithingss) October 24, 2013 老实说,Meena卡通里的Meena是我儿提时期的角色典范。 |
41 | সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন: | #不嘲讽#实话#孟加拉国的 -PerksOfBeingBengali♡ (@bengalithingss) October 24, 2013 |
42 | […] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। | 联合国儿童基金会的孟加拉国推特账户表示: |
43 | সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে। টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল: | Animation character Meena continues to influence lives of children and dispel negative social stereotypes… http://t.co/h5mbXHr64Y |
44 | সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল। | - UNICEF Bangladesh (@UNICEFBD) December 24, 2013 |
45 | ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। | 动画人物Meena持续地影响着许多儿童的生命,并且化解各种负面的社会刻板印象…… http://t.co/h5mbXHr64Y |
46 | অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে। | - UNICEF Bangladesh (@UNICEFBD) December 24, 2013 |
47 | প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে। | 在孟加拉国,每年的10月24日是”Meena 日”,提倡社会的觉醒,包含100%入学率、避免孩童辍学、保障适当的教育。 |
48 | মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে। | 根据一项报告指出,Meena在南亚以外的地区也逐渐受到欢迎。 |
49 | আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে। | Meena已经配音成30几种不同的语言,包含阿拉伯、缅甸,以及中文。 Meena的免费漫画书可以在这里下载。 |
50 | মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে। | 译者:Matt 校对:PaoJ |