# | ben | zhs |
---|
1 | ইরান: চারজন বনরক্ষীর মৃত্যুতে পরিবেশবাদী ব্লগারদের শোক | 伊朗:追思四名公园巡警 |
2 | সম্প্রতি ইরানে বেশ কয়েকজন বনরক্ষীর মৃত্যুর ঘটনা ইরানের পরিবেশবাদী ব্লগারদের মাঝে এক উত্তেজনার সঞ্চার করে। ইরানী কুর্দিস্তানের সানানডাজ-এর এক গ্রামে এই চারজন বনরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। | 最近四名公园巡逻员在伊朗身亡,激怒国内环境博客,这四人是在库德斯坦地区的Sanandaj村遭枪击丧命,环保网站Green Wave邀请博客从3月6日至13日之间,关心“公园巡逻员因自然而牺牲,为什么?” |
3 | নেতৃস্থানীয় পরিবেশবাদী ওয়েবসাইট গ্রীন ওয়েভ (উপরে এই সাইটের ছবি) ব্লগারদের একটি লেখা জমা দেবার আহ্বান জানানো হয়, যার শিরোনাম “ইরানের বনভূমি, যার জন্য বনরক্ষীদের জীবন উৎসর্গ করতে হয়। | |
4 | কেন?”। এই লেখা জমা দেবার সময়টি ছিল ৬-১৩ মার্চ। | 这个话题。 |
5 | লোর-এর ব্লগে আমরা যা পাঠ করি [ফরাসী ভাষায়]: | Lor博客指出: |
6 | এক বছরে ছয়জন বনরক্ষীর মারা যাবার কারণটি কি? সকল পরিবেশবাদী কর্মীদের দায়িত্ব একেবারে পরিষ্কার। | 一年内共有六名公园巡逻员死亡,原因为何? |
7 | ভবিষ্যৎ-এ যাতে এ রকমের ঘটনা না ঘটে, তার জন্য আমরা বনরক্ষীদের সমর্থন প্রদান করে যাব। | 环保人士的责任很明显,我们应支持这些巡逻员,才能避免事件重演。 |
8 | রিফার ব্লগ বলছে [ ফরাসী ভাষায়]: | Rifr认为: |
9 | কি এমন ঘটনা ঘটেছিল যাতে এই চারজন বনরক্ষীকে মরতে হল? | 什么原因让这四名巡逻员非死不可? |
10 | তাদের বন্দুক প্রস্তুত ছিল না এবং এই বিষয়টি প্রদর্শন করে যে, তারা আসলে এ ধরনের কোন আক্রমণের জন্য তৈরি ছিল না। | 他们的手枪并未上膛,可见一切出乎意料之外,别忘了,过去30年间,共有110名公园巡逻员死亡、450人因而残障。 |
11 | আমাদের স্মরণ রাখা উচিত যে বিগত ৩০ বছরে, ১১০ জন বনরক্ষী নিহত হয়েছে এবং ৪৫০ জন্য বনরক্ষী হাত পা হারিয়েছে। | Avaye Mohitezit Iran表示: |
12 | আভাইয়া মোহিটজিট ইরানলিখেছে [ফরাসী ভাষায়]: এ রকম এক ঘটনার শিকার কামাল হুসেইন পানাহি, যে প্রাকৃতিক সম্পদ বিভাগের একজন ছাত্র। | 其中一位罹难者名叫Kamal Hussein Panahi,他是自然资源领域的学生,曾与其他同学分享经验,如此热爱与维护自然和环境的人,却成为枪下亡魂,这样对吗? |
13 | তিনি তার অভিজ্ঞতা আমাদের জানাচ্ছেন। | Tabiatbakhtiari写道: |
14 | প্রকৃতি বা পরিবেশপ্রেমী এবং সংরক্ষকের এ ভাবে বুলেটের লক্ষ্যবস্তু হওয়া কি ঠিক? তাবিয়াতাবাথাতিয়ারি লিখেছে [ফরাসী ভাষায়]: | 难道社会道德基础已败坏至此,连保护环境的人都得死? |
15 | আমাদের সমাজের নৈতিকতার ভিত্তি কি এতটাই ভেঙ্গে পড়েছে, যার ফলে আমাদের পরিবেশ (বন) রক্ষা করতে গিয়ে লোকজন মারা যাচ্ছে। | Khbarnationalpark提到,伊朗公园巡逻员连基本人权都遭到剥夺。 |
16 | খবরন্যাশনালপার্ক লিখেছে যে ইরানী বনরক্ষীদের মৌলিক মানবাধিকার প্রদানে অস্বীকার করা হয়েছে। | 校对:Portnoy |