# | ben | zhs |
---|
1 | রাশিয়া: ভ্লাদিভস্টক-এর ব্লগাররা শহরের জন্য পতাকা পছন্দ করছে | 俄罗斯:海参崴博客设计市旗 |
2 | এশিয়া প্যাসেফিক ইকোনমিক কোপারেশন ( এ্যাপেক) সম্মেলন ২০১২, যত কাছে এগিয়ে আসছে, রাশিয়ার বন্দর ভ্লাদিভস্টক তত এই সম্মেলনের প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে সৃষ্টিশীল নেট নাগরিকরা খেয়াল করেছে যে এই শহরটার এই অনুষ্ঠানের জন্য নিজস্ব কোন পতাকা নেই [রুশ ভাষায়]। | 随着2012年亚太经合会高峰会日近,俄罗斯滨海城市海参崴(Vladivostok)忙于筹备;颇具创意的民众则在網絡上指出,该市并无活动正式旗帜。 |
3 | তবে কোন কোন অনুষ্ঠানের জন্য কতৃপক্ষ প্রায়শই লাল রঙ-এর মাঝে নীল ক্রস আঁকা সেন্ট এন্ড্রু নামক পতাকা ব্যবহার করে। ১৮৮৯ সাল পর্যন্ত রুশ সাম্রাজ্যের সমুদ্র বন্দরের দুর্গসমূহে এই পতাকা ব্যবহার করা হত। | 政府通常会使用衬红底的圣安德鲁十字旗,这是俄罗斯帝国自1889年以来,沿海要塞常用的代表旗。 |
4 | বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের কি ভাবে কর্মকর্তারা অভিবাদন জানাবে এই ভাবনায়, শহরের ব্লগাররা সম্ভব্য বেশ কিছু নতুন পতাকার ডিজাইন করেছে। এর মধ্যে যেমন কেউ কেউ গুরুত্বের সাথে এই কাজ করেছে, আবার কারো কাছে এই উদ্যোগের শেষ হয়েছে রাজনৈতিক মশকরার মধ্যে দিয়ে। | 博客不断揣测,政府究竟会如何接待各国代表,也为新旗提供多项建议,原本严肃的构想却逐渐演变成政治恶作剧。 |
5 | এতে যে পতাকাটি সবার আগে রয়েছে, সেটির মাঝখানে রয়েছে একটা বাঘ-যা শহরের এক প্রতীক-এতে উপরে বাঘের পেছনে কমলা রঙ ব্যবহার করা হয়েছে, যা ভোরের আলোর প্রতীক। এর সাথে এখানে একটা সাদা গাংচিল (সিগাল) রয়েছে এবং নীচে নীল রঙ ব্যবহার করা হয়েছে, যা এক নীল সমুদ্রের প্রতীক। | 第一个建议版本里,在旗帜加上象征海参崴的老虎图样,橘色代表晨曦、白色为海鸥、蓝色是海洋。 |
6 | ভ্লাদিভস্টক-এর জন্য যে নিজস্ব পতাকা ব্যবহারের পরামর্শ প্রদান করে হয়েছে, নির্মাতা লাইভ জার্নাল ব্যবহারকারী নিউজমেকার_সু | newsmaker_su建议的海参崴代表旗 |
7 | এখানে আরেকটি পতাকা রয়েছে, এই পতাকা এক একসাথে ইউক্রেন আর যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকার কথা স্মরণ করিয়ে দেয় ( দুটি দেশের পতাকাকে একসাথে মিলালে এই পতাকায় রুপ নেবে, নীচে দেখুন)। এখানে যে উপরে নীল রঙ রয়েছে, তা সমুদ্রের প্রতীক এবং এবং তার নীচে হলুদ রঙ সমুদ্রের তটভুমির প্রতীক। | 另一版本则像是混合美国和乌克兰国旗,蓝底代表海洋、黄底代表海滩,50颗星代表海参崴附近东海上50个岛屿,海马象征该市军事、商旅及渔业船队的影响力。 |
8 | এই পতাকায় যে ৫০টি তারা রয়েছে সেগুলো ভ্লাদিভস্টক বন্দরের কাছে জাপান সমুদ্রে অবস্থিত ৫০টি দ্বীপের প্রতীক, এবং এখানে যে ঘোড়ামাছ রয়েছে তা এই বন্দরের সাথে সামরিক, বাণিজ্যিক এবং মাছধরার জাহাজ বহরের যে সম্পর্ক, তার গুরুত্বকে তুলে ধরেছে। | |
9 | ভ্লাদিভস্টক শহরের জন্য বিকল্প আরেকটি পতাকা, এর নির্মাতা লাইভ জার্নাল ব্যবহারকারী চুরকিনিস্কি_মোস্ট | churkinsky_most建议的海参崴代表旗 |
10 | ব্যবহারকারী জেলেয়া২৫ এই পতাকাটিকে “সমুদ্র পারের এক সংযুক্ত তট” বলে অভিহিত করেছে [রুশ ভাষায়] । আরেকজন উৎসাহী পতাকা নির্মাতা একধাপ এগিয়ে গিয়ে নীচের এই পতাকাটি উপস্থাপন করেছে: | zemlya25称呼以上这个版本为“联合海岸海滩”;之后又有人提供另一个构想: |
11 | ভ্লাদিভস্টকের জন্য আরেকটি বিকল্প পতাকা, নির্মাতা লাইভ জার্নাল ব্যবহারকারী হুইভাস্টাকানে | huivstakane建议的海参崴代表旗 |
12 | এই ক্ষেত্রে এর বাদামী বর্ণের পটভূমি নোংরা তট এবং সমুদ্র বোঝাচ্ছে: এখানে এর নির্মাতা দাবি করেছে যে এর সমুদ্রোপকূল যে নোংরায় ভরে গেছে তা শহরের এক প্রতীক, এই বিষয়টি উল্লেখ করা গুরুত্বপুর্ণ। | |
13 | এর হলুদ বর্ণের মাঝে যে ধুসর দাগ তা শহরটির বিষাক্ত বাতাস এবং গ্যাস পাইপের প্রতীক, যা শীঘ্রই বসানো হবে। এর মাঝখানে যে সব কালো কালো গর্ত রয়েছে তা শহরটির রাস্তায় ক্রমশ বাড়তে থাকা টুকরো টুকরো গর্তের প্রতীক। | 棕色背景代表肮脏海滩与海洋,创作者强调要突显海参崴的海域不洁;灰色长条象征空气混浊,以及即将动工的天然气管线;黑洞代表市区路面愈来愈颠簸,死老虎与死鱼则开着日本二手车逃往西方国家。 |
14 | এর মাঝখানে একটি ব্যবহৃত জাপানী গাড়ীতে মৃত এক বাঘ এবং মাছ ক্রমশ পশ্চিমের দিকে পালাচ্ছে। এটি যে একটি অবাস্তব কিছু নিয়ে এক চর্চা, কেউ কেউ এই দিকে নজর দিয়েছে; ব্যবহারকারী জাইরক দেখাচ্ছে [রুশ ভাষায়] যে, নিজস্ব কোন পতাকা না থাকার পাশাপাশি, ভ্লাদিভস্টক শহরের নিজস্ব সাবওয়ে “, ওয়াটার পার্ক (জল উদ্যান) এবং কার্লিং নামক খেলায় নিজস্ব দল নেই। ” | 有些人觉得要设计海参崴代表旗很荒谬,zairok另指出,海参崴除了没有代表旗,“也没有地铁、亲水公园或冰壶队(curling,一种冰上运动)”。 |
15 | ঘটনাক্রমে এই সৃষ্টিশীল কাজের চর্চা, ভ্লাদিভস্টক-এর নেট নাগরিকদের আত্ম-পরিচয় সম্বন্ধে অনেক কিছু বলেছে। নীচের রাজনৈতিক বিবৃতির (পতাকার) মধ্যে দিয়ে এই লেখাটা শেষ করব, যা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে: | 这场创意习作展现许多当地民众的自我认同,最后一项提议则是反对俄国总理普京(Vladimir Putin): |
16 | ভ্লাদিভস্টকের পতাকা, নির্মাতা লাইভ জার্নাল ব্যবহারকারী চেলিয়াম | chylym建议的海参崴代表旗 |