# | ben | zhs |
---|
1 | স্পেন: উইকি চলচ্চিত্র, অনলাইনে অনেকের অংশগ্রহনের মধ্য দিয়ে তৈরি | 西班牙:网络协作参与下的维基电影 |
2 | স্পেনে, পানীয় কোম্পানি মাহাও সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ব্যবহার করে একটি ক্যাম্পেইন করার। তাদের উদ্যোগে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে যেটি পরিচালনা, কলাকৌশলী আর প্রযোজনা সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন উইকিপেলি সাইটের কমিউনিটিতে অংশগ্রহনকারীরা। | 西班牙饮品公司Mahou决定搭上网络参与浪潮,运用网络创作一部短片,其中导演、选角、制作决定全都由WikiPeli网站社群决定,社群成员近3000人,投票即为共同决定的民主途径,José Corbacho及Juan Cruz两位知名西班牙导演负责执行社群决定。 |
3 | প্রায় ৩০০০ ব্যবহারকারীর মাঝে ভোট হয়েছে গণতান্ত্রিক উপায়ে যার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেশ কয়েকজন বিখ্যাত স্প্যানিশ পরিচালক, যেমন জোসে কর্বাকো আর জুয়ান ক্রুজ, দায়িত্বে আছেন কমিউনিটির সিদ্ধান্ত কাজে পরিণত করায়। | 在WikiPeli的YouTube频道上,可见影片每一阶段进度的更新内容,以下片段中,两位导演为无法找到灰色加长礼车致歉,礼车颜色原本是由当地广播节目的竞赛胜利者决定,由于找不到现成的灰色礼车,重新烤漆成本又太高,故只能屈就白色礼车,不过导演也强调,既然礼车上坐的是新娘,白色并非完全不适合。 |
4 | উইকিপেলির ইউটিউব চ্যানেলে তারা ধাপে ধাপে জানাচ্ছেন এই চলচ্চিত্র কিভাবে এগুচ্ছে। নীচের এই ভিডিও দেখাচ্ছে চলচ্চিত্রায়নের জন্য একটি ধূসর লিমো না পাওয়ায় প্রধান পরিচালকদের ক্ষমা প্রার্থনা করতে। | 这就是WikiPeli社群做决定时展现的力量,例如剧情需要一位男演员遭人「生吞活剥」,随即收到许多试镜带,最后在观众投票下选择Abel。 |
5 | এই রং স্থানীয় রেডিওর এক অনুষ্ঠানের একজন বিজয়ী স্থির করেছিলেন। | 以下可浏览其他试镜者的画面: |
6 | তারা বিজয়ীর পছন্দের ধূসর লিমো পায়নি, আর রং করতে অনেক খরচ হতো , তাই তাদের সাদা নিয়েই কাজ করতে হলো। | |
7 | তবে তারা নিজেদের কাজ এইভাবে সমর্থণ করেছেন যে কাহিনীতে এই লিমোতে যেহেতু একজন বউকে নিয়ে যাওয়া হবে, তাই সাদা একেবারে বেমানান না। | |
8 | উইকিপেলি প্রযোজনার সময়ে নেয়া সিদ্ধান্তের এটিই সাধারণ নিয়ম: উদাহরণস্বরুপ, যখন তাদের দরকার ছিল একজন আকর্ষণীয় পুরুষ শিল্পী, তারা অনেক এন্ট্রি পেয়েছেন, আর দর্শকদের ভোট নিয়ে, তারা পরিশেষে আবেলকে বেছে নেন: | |
9 | এখানে আপনারা পুরুষ শিল্পীর কাস্ট হওয়ার প্রতিযোগিতার ভিডিও দেখতে পাবেন: | 影片也依据社群建议及推荐挑选音乐: |
10 | তারা অংশগ্রহণকারীদের পছন্দ আর মন্তব্য থেকে সাউন্ডট্র্যাক বেছে নিয়েছেন: বর্তমানে তারা চলচ্চিত্রায়ন শেষ করার পরে তা সম্পাদনা করছেন। | 目前拍摄工作已经结束,正在进行剪辑,影片博客最后一篇文章里,说明特效对电影带来的影响: |
11 | তাদের ব্লগের শেষ পোস্টে তারা স্পেশাল এফেক্ট চলচ্চিত্রে যে পরিবর্তন আনে তা ব্যাখ্যা করেছেন: এটা ব্যাখ্যা করতে, আমি আপনাদেরকে চলচ্চিত্রায়নের সময়ের একটা ভিডিও দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন একটা ভয়ঙ্কর দৃশ্যে স্পেশাল এফেক্ট কি ধরনের ছাপ রাখতে পারে। | 为了证明,我在此提供一段影片画面,让各位瞭解特效在最可怕情节里带来的效果,我们希望呈现使用特效之后,心理之门、令人害怕的人形,以及主角Alex的惊恐反应如何结合在一起。 |
12 | আমরা দেখাতে চেয়েছি কি ভাবে বিশেষ কাজটা সেট করা হয়েছিল যাতে একটা ধাতব দরজায়, একটা ভয়ঙ্কর মানব অবয়ব দেখা যায়, আর এর সাথে মার্টিন রেভিস, মানে আমাদের এলেক্সের ভয়ের প্রতিক্রিয়া। | |
13 | এই মুহূর্তে, তারা চলচ্চিত্রটির কি নাম হবে সেই প্রক্রিয়ার মধ্যে আছেন। | 他们正在挑选电影名称,已经从众多提案中缩小范围至三个选项。 |
14 | সব অংশগ্রহনকারীদের (যাদেরকে সহকারী- পরিচালক বলা হয়) পাঠানো নামগুলি থেকে তিনটি নির্বাচন করা হয়েছে চুড়ান্ত ভোটের জন্যে। | 校对:Soup |