# | ben | zhs |
---|
1 | গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ এর ঘোষণা | 2010全球之声高峰会将于五月举行 |
2 | আমরা আনন্দের সাথে গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ অনুষ্ঠানটি ঘোষণা করছি! | 很荣幸向各位宣布,2010全球之声公民媒体高峰会将于2010年5月6日至7日,在智利首都圣地牙哥举行。 |
3 | আমাদের এবছরের সম্মিলনটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ৬-৭ তারিখে চিলির সান্টিয়াগোতে। সামিটের ওয়েব সাইটে প্রবেশ করে আপনি এই সম্মিলনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন। | 欢迎各位前往会议网站,以瞭解各项背景资讯,如会议目标、议程大纲、报名细节及圣地牙哥当地资讯。 |
4 | আরও জানা যাবে এর অনুষ্ঠানসূচী, নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত, এবং সান্টিয়াগো শহরটি সম্পর্কে বিভিন্ন তথ্য। অনুষ্ঠানসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল এবং গ্লোবাল ভয়েসেসের যৌথ উদ্যোগে আয়োজিত ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড এর পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা। | 会议中将有多项焦点,例如宣布「突破疆界奖」得主,这个新奖项由Google与全球之声共同成立,以表扬个人或团体建立网络计划,运用网络展现推动言论自由的勇气、能量及热情。 |
5 | ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। | 未来几天内,我们将公布议程、讲者资讯、与会者名单等,也欢迎到网站浏览与会者的文章及评论,并参与彼此对话。 |
6 | আগামী বেশ কয়েক দিন ও সপ্তাহ ধরে আমরা অনুষ্ঠানসূচির কাঠামোকে আরও পরিপূর্ণ করব, বিভিন্ন বক্তাদের পরিচিতি তুলে ধরব, এবং অংশগ্রহণকারীদের তালিকা ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরব। | 也欢迎各位转载会议讯息,在您的博客或网站上张贴会议专属贴纸。 |
7 | আপনারা অনুগ্রহ করে নিয়মিত এই সাইটটি পর্যবেক্ষণ করবেন সম্মিলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্লগ পোস্ট এবং মন্তব্যের জন্যে এবং আপনারাও কথোপকথনে সামিল হতে পারেন। আপনারা গ্লোবাল ভয়েসেস সামিটের কথা প্রচার করতে পারেন আপনার ব্লগ বা ওয়েবসাইটে আমাদের সম্মিলনের জন্যে তৈরি ব্যাজ বা ব্যানার সন্নিবেশিত করে। | 「2010全球之声公民媒体高峰会」同时感谢以下单位赞助支持:MacArthur Foundation、Google、Open Society Institute、Knight Foundation、Yahoo!。 |
8 | গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ আয়োজন সম্ভব হচ্ছে এই সব প্রতিষ্ঠানের সদয় সহায়তায় - ম্যাক আর্থার ফাউন্ডেশন, গুগল, ওপেন সোসাইটি ইনস্টিটিউট, নাইট ফাউন্ডেশন এবং ইয়াহু। | 校对:Soup |