Sentence alignment for gv-ben-20100626-11398.xml (html) - gv-zhs-20100611-5189.xml (html)

#benzhs
1ইকুয়েডর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের ইকুয়েডর ভ্রমণ厄瓜多尔:美国国务卿来访
2যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত চার ঘন্টার একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
3মধ্যাহ্নে ইকুয়েডর সরকারের সদর দফতর কারন্দেলেত প্রাসাদে-এ ইকুয়েডরের রাষ্ট্রপতির এবং দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসংঘের (সাউথ আমেরিকান নেশন ইউনিয়ন বা ইউএনএএসইউআর) অস্থায়ী প্রধান রাফায়েল কররেয়ার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লিনটন সেখানে উপস্থিত হয়েছিলেন।
4হিলারি ক্লিনটন তার বার্তাতে জোরালো ভাবে বলেছেন, “একবিংশ শতাব্দীর সমস্যা সমাধান করতে যুক্তরাষ্ট্র ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গী হতে চায়। [স্প্যানিশ ভাষায়]美国国务卿希拉蕊柯林顿(Hillary Clinton)旋风访问厄瓜多尔四小时,引起众所注目,希拉蕊于6月8日中午抵达厄瓜多尔政府中心的Carondelet宫,与厄国总统兼南美国家联盟暂时主席柯雷亚(Rafael Correa)会晤,希拉蕊发言时表示:「美国希望与厄瓜多尔及其他国家结盟,共同解决21世纪种种问题」。
5সংবাদিক সম্মেলনের সময় কারন্দেলেত প্রসাদের হলুদ কক্ষে হিলারী ক্লিনটন ও কাররেয়া।
6ছবি প্রেসিডেন্সিয়া ডে লা রিপাবলিকা ডেল ইকুয়েডোরের।希拉蕊与柯雷亚于总统府黄厅出席记者会,照片来自厄瓜多尔总统办公室
7মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের রাষ্ট্রদূত লুইস গালেগোস এক উদ্ধৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়], ক্লিনটন অভিবাসন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মত বিষয় আলোচনা করার জন্য কররেয়া এর সঙ্গে দেখা করেন [স্প্যানিশ ভাষায়]।
8গালেগোস জোরাল ভাবে বলেছেন, তারা অভিবাসন নিয়ে আলোচনা করছে এবং সভায় আলোচনার বিষয় সূচিতে প্রথমেই ছিল তথাকথিত আরিজোনা আইনের গ্রহণযোগ্যতার বিষয়টি। এক হিসাব অনুসারে ইকুয়েডরের আনুমানিক প্রায় ২ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে বাস করে; কাজেই অভিবাসন-সংক্রান্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ ইকুয়েডেরবাসীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।厄瓜多尔驻美大使贾耶戈斯(Luis Gallegos)表示,两人讨论议题包括移民、合作、贸易及区域安全,他强调,移民议题及实践所谓「亚利桑那法」(Arizona Law)的移民法规为首务;据估计,约有200万厄国民众现居美国,故处理移民议题对厄瓜多尔人民相当重要,贾耶戈斯另指出,厄国与拉丁美洲必须学习,与世界大国对话时毋需惊慌。
9গালেগোস উপসংহারে বলেন, ইকুয়েডর এবং ল্যাটিন আমেরিকাকে (আমেরিকার স্প্যানিশ ও পর্তুগীজভাষী অংশ) বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের সাথে কথা বলার সময় আতঙ্কিত না হতে শিখতে হবে। ৮ জুন কুউটোতে কি ঘটেছিল সিআরই ব্লগ [স্প্যানিশ ভাষায়] তার সার-সংক্ষেপ করেছে।CRE博客整理6月8日当天情况,提到双方同意合作达成共同目标,柯雷亚指出,冲突确实存在,但已全数解决,他亦表示,两人已针对尊重民主、打击毒品走私、移民议题取得共识,柯雷亚亦提到,此次会晤后,两国将更积极合作。
10বেশির ভাগ অংশের ক্ষেত্রে তারা বলছে যে, দুটি দেশ জানাচ্ছে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এক সাথে কাজ করার ব্যপারে একমত হয়েছে। কররেয়া বলেন.对于希拉蕊访厄,Twitter用户表达自身看法,例如Pablo Cozzaglio(@pablocozzaglio)等人质疑:
11দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ঠিক, তারপরে সেগুলোর সমাধান করা গেছে; এর সাথে তিনি যোগ করেন তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন, যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, এবং অভিবাসন।
12এছাড়াও কররেয়া বর্ণনা করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই ভ্রমণের পর দুটি দেশ আরো বড় লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাবে।
13টুইটার ব্যবহারকারীরা ক্লিন্টনের ইকুয়েডর পরিদর্শন সম্বন্ধে তাদের মতামত ব্যক্ত করেছে।
14পাবলো কজ্জোগিলিওর [স্প্যানিশ ভাষায়] (@কজ্জোগিলিও) মত কিছু ব্যবহারকারী বিস্মিত:对厄瓜多尔突然兴趣大增,美国人所为何来?
15[…]গ্রিঙ্গো (আমেরিকার নাগরিক) হঠাৎ ইকুয়েডরে কি খোঁজার চেষ্টা করছে? অন্যদিকে, অ্যান্ডি মারতিনেয [স্প্যানিশ ভাষায়] (@এনড্রেস৭৮) বেশ আশাবাদী ।Andy Martinez(@andrs78)较为乐观:
16সে টুইটার বলেছে: হিলারি ক্লিনটন ইকুয়েডর-এ, হয়ত কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে?希拉蕊前来厄瓜多尔…也许有事正在改变?
17উত্তর আমেরিকার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ক্লিনটন কিছু প্রস্তাব উথাপন করেছে।
18তবে সকল ইকুয়েডরিয়ান তার পরিদর্শনে খুশি ছিল না। বামপন্থী একটিভিস্টদের একটি দল [স্প্যানিশ ভাষায়]কারন্দেলেত প্যালেস এর বাইরে প্রতিবাদ করেছে; তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এ আগমনে আপত্তি জানিয়েছিল এবং এমনকি তারা যুক্তরাষ্ট্রের একটি জাতীয় পতাকা পুড়িয়ে দেয়।希拉蕊身为北美重要领袖,引起各种期望,但厄瓜多尔民众却非全然乐见她来访,一群左派人士于Carondelet宫外抗议,反对美国国务卿来访,甚至焚烧一面美国国旗,抗议者据称为「人民民主运动」(MPD)及「厄瓜多尔马列共产党」(PCMLE)成员,他们高举标语写道「废除种族歧视移民法」以及「希拉蕊滚出厄瓜多尔」。
19বাধাদানকারীদের পপুলার ডেমেক্রেটিক মুভমেন্ট (এমপিডি) এবং ইকুয়েডরের মার্ক্সবাদীলেনিনপন্থী সাম্যবাদী দল (মার্ক্সসিষ্ট লেলিনিষ্ট কমিউনিস্ট পার্টি বা (পিসিএমএলই) সদস্য হিসেবে সনাক্ত করা হয়েছিল।
20তারা চিহ্ন দেখিয়েছিল যে” বর্ণবাদী অভিবাসন আইন প্রত্যাহার করো“এবং “হিলারী ক্লিন্টন ইকুয়েডর ছাড় “।不过Twitter用户Vicente Alvarado不同意抗争者的言论,他表示:
21তবে টুইটার ব্যবহারকারী ভিসেন্তে আলভারাদো [স্পেনিশ ভাষায়] বিরোধীতাকারীদের সঙ্গে একমত নন।厄瓜多尔与美国关系改善…MPD阻止人民进步,反对希拉蕊,他们知道我国每年向美国出口多少吗?
22তিনি তার একটি টুইটে উদ্ধৃতি করেন:真是无知民众。
23ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অগ্রগতি হচ্ছে… ক্লিনটনে সাথে বিরোধ তৈরির মাধ্যমে এমপিডি জনগণকে পিছনে ধরে রেখেছে।
24তারা কি জানে আমরা কি পরিমাণ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি?校对:Soup