Sentence alignment for gv-ben-20100601-11068.xml (html) - gv-zhs-20100605-5156.xml (html)

#benzhs
1হান্গেরী: বন্যার উপর তৈরি করা ব্লগারদের ছবি ও ভিডিও সংবাদ匈牙利:水灾照片与影片
2গত সপ্তাহে মধ্য ও পূর্ব ইউরোপে যে বন্যা শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি।[本文英文版原载于2010年5月27日]
3হান্গেরীর এক সংবাদ সংস্থা এমটিআই, তারা এক সংবাদে জানায় যে, ১৫ মে তারিখে নদীর তীর জুড়ে ৯৩০ কিলোমিটার পর্যন্ত সাময়িক বাঁধ রক্ষার ব্যবস্থা করা হয়, এর জন্য ৩.
4৬ মিলিয়ন বালুর বস্তা ব্যবহার করা হয় এবং এর জন্য দেশটি ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে ইইউ গণ নিরাপত্তা পদ্ধতি (ইইউ সিভিল প্রটেকশন মেকনিজম) নামক সাহায্যের আবেদন জানিয়েছে। অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানী এবং নেদারল্যান্ড, হান্গেরীকে ২.过去几周影响中东欧的洪水尚未结束,匈牙利一家通讯社MTI报导,自5月15日起,政府必须在长达930公里的河岸进行临时防洪工程,动用360万个沙包,并持续向欧盟民防机制求援,奥地利、克罗埃西亚、捷克、丹麦、德国及荷兰已提供212万个沙包。
5১২ মিলিয়ান বালুর বস্তা প্রদান করার অঙ্গীকার করেছে। ব্লগাররা তাদের বাড়ির চারপাশ থেকে বন্যায় আক্রান্ত এলাকার ছবি তুলেছে।博客在住家附近灾区拍照,例如Basesoft居住在匈牙利北部城镇Szikszó,他在博客的一则留言写道,照片并未记录最糟情况,因为当时人们无暇拍照。
6এদের একজন সিজিকসোজো শহরের বেজসফ্ট। সিজিকসোজো উত্তর হান্গেরীর একটি শহর।照片来自Basesoft
7বেজসফ্ট তার ব্লগে (হান্গেরী ভাষায়) একটি মন্তব্যে লিখেছে (হান্গেরীয় ভাষায়) যা এই সমস্ত ছবি সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রদর্শন করছে না কারণ এরপর সেই সমস্ত ব্লগারদের আর ছবি তোলার মত পরিস্থিতি ছিল না।
8ছবি বেজসফ্টের সৌজন্যে জাসল্ট সেজেনটিরমাই একই ঘটনার উপর ধারাবাহিকভাবে বেশ কিছু ছবি প্রকাশ পোস্ট করেছে যা সাটোরালজাউজেলির বন্যার উপর তোলা।Zsolt Szentirmai提供一系列北部城市Sátoraljaújhely的水灾照片,当地已邻近斯洛伐克边界。
9এই এলাকাটিও উত্তর হান্গেরীতে অবস্থিত। এটি স্লোভাক সীমান্তের কাছের এক এলাকা।Heréd地区的HL共发文三次(一、二、三),以照片呈现灾情及防洪措施。
10হেরেড (হান্গেরীয়) থেকে এইচএল তিনটি লেখা পোস্ট করেছে (হান্গেরীয় ভাষায়, এখানে, এখানে এবং এখানে) যেগুলোতে তিনি বন্যার ছবি ও বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কাজ করা হয়েছে তার ছবি যুক্ত করেছেন।
11এই লেখায় ছবি এবং স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়েছে, এর প্রথম খণ্ডে এমন এক অংশ রয়েছে যাকে ট্রান্সদানিয়ুব বলে অভিহিত করা হয়, এবং দেশটির উত্তরে যে সমস্ত পাহাড় রয়েছে সেখানে ২০ থেকে ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
12কোন কোন এলাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টি পড়েছে। এই সমস্ত সংক্ষিপ্ত ভিডিওতে দেশটির সেই সমস্ত এলাকাকে তুলে ধরা হয় যেগুলো এই বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।也有些人拍摄短片,记录Transdanubia地区及北部山区降雨20至60公厘,有些地点更达86公厘,短片里呈现山区灾情最严重之处;Bantabas拍摄画面后,亦增加说明及部分照片,希望人们看到洪水景象后,尽可能伸出援手。
13বনাটাবাস, যিনি এই ভিডিও দৃশ্য ধারণ করেছেন, তিনি এর সাথে এবং কিছু ছবির ক্ষেত্রে বর্ণনা যুক্ত করেছেন, যারা এই ভিডিওটি দেখেছে তারা যেখানে থাকুক না কেন, যেন এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে।