# | ben | zhs |
---|
1 | আর্মেনিয়া: ঘৃণা, মিথ্যা আর অজ্ঞতা গতমাসে আর্মেনিয়া যৌন শিক্ষা আর লিংগ পরিচিতি নিয়ে পক্ষপাতিত্বের ব্যাপারে জাতিসঙ্ঘের সনদে স্বাক্ষর করেছে। | 亚美尼亚:对同性恋的仇恨、谎言和愚昧 |
2 | কিন্তু সমাজে সমকামীতা সম্পর্কে বিরাজমান ভীতির কারনে এই পদক্ষেপ কিছু অপ্রত্যাশিত জায়গা থেকে কঠিন সমালোচনায় সম্মুখীন হয়েছে। | |
3 | দেশী আর প্রবাসী ব্লগারদের মধ্যে একজন বিশিষ্ট সমকামী অধিকার কর্মী তার উদ্বেগের কথা জানিয়েছেন। | |
4 | বিশেষভাবে সরকার যেখানে তাদের অবস্থান মানবাধিকারের ভিত্তিতে সমর্থন করছে, একজন বিশিষ্ট সুধী সমাজ কর্মী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এর আর্মেনিয়া অফিস প্রধানের মা বিশেষভাবে ব্লগারদের বিরক্ত করেছেন তার মন্তব্য দিয়ে যে সমকামিতা দেশের উন্নয়নের জন্য হুমকি স্বরুপ। | |
5 | আনজিপড: গে আর্মেনিয়া দীর্ঘ পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন: “(সনদে) স্বাক্ষর করার জন্য আমি সরকারের প্রতি বিরুপ প্রতিক্রিয়া আর আক্রমণ আশা করেছিলাম। | 亚美尼亚于12月支持联合国反歧视性倾向与性别认同声明后,社会广大恐同性恋情绪强烈抨击,更有令人意外的人士加入批评,长期关注南高加索地区、亚美尼亚国内外同性恋、双性恋与跨性别权利社群的知名博客对此感到忧虑。 |
6 | কিন্তু আশা করিনি এই আক্রমণ কারিন ডানিয়েলানের কাছ থেকে আসবে। | 政府强调此举是基于保护人权,但催生世界卫生组织亚美尼亚办公室的知名民运人士居然认为同性恋是国内发展的一大威胁,此言尤令博客反感。 |
7 | তিনি ‘টেকসই মানব উন্নয়ন' নামক সংস্থার প্রধান, যাকে আমি সব সময়ে সম্মান করেছি আর একজন বিচক্ষণ মানুষ বলে মনে করেছি। | |
8 | তিনি সমকামিতাকে একটা ‘রোগ' আর ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলেছেন। তার পিএইচডি ডিগ্রি আছে। | Unzipped: Gay Armenia的回应是: |
9 | তিনি অনেক বছর ধরে জাতিসংঘ সংস্থার সাথে ও অন্যান্য আর্ন্তজাতিক সংস্থার সাথে কাজ করছেন । তিনি যে কোন ব্যক্তি না যাকে সাংবাদিকরা রাস্তায় দাঁড় করিয়ে যৌণ শিক্ষা বা সমকামী অধিকার নিয়ে প্রশ্ন করেছে। | 我明白社会肯定会攻击与批评政府的决定,但我没想到批评却是来自[…]Karine Danielyan,她是「人类永续发展协会」主席,我一直很尊敬这位有智慧的女性。 |
10 | সমকামী লোকের সংখ্যা এখন (বা পরে) বাড়ছে না, ড: ডানিয়েলেন। এটা শুধুমাত্র সমাজের সংখ্যালঘুদের প্রতি সহ্যের মাত্রা যখন বেড়ে যায়, তখন তারা আরো সামনে চলে আসে। | 但她却称同性恋是种「疾病」,也是「对国家安全的威胁」,她拥有博士学位,长期与联合国及其它国家机构共事,[…]她不是记者在随处拦下询问对同志人权或性倾向看法的寻常民众。 |
11 | তারা তখন তাদের আসল পরিচয় না লুকিয়ে বাঁচা শুরু করে, দ্বৈত জীবন না কাটিয়ে যেটাতে আপনি হয়তো বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। | […]博士,同性恋人数没有增加,而是因社会对少数族群日渐宽容,他们慢慢勇于表达自己,不再隐藏自己的身分过活,不用再过着您以为比较舒服的双重生活。 |
12 | আমি পরামর্শ দেব যে সব সাহায্য সংস্থা ডঃ কারিনে ডানিয়েলেনের এনজিওকে অর্থ সাহায্য দেয় তারা যেন তাদের সমর্থন উঠিয়ে নেয় বা থামিয়ে দেয় এই শর্তে যে তিনি সমান প্রশিক্ষণ দেবেন। | |
13 | ডঃ ডানিয়েলেনের জরুরীভাবে একটা দরকার।” | […]我呼吁各单位停止赞助她主持的非政府组织,直到她接受适合的平权教育,她显然很需要重新学习。 |
14 | ব্লগার আরো লক্ষ্য করেছেন যে আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ কিছু সাংস্কৃতিক ব্যক্ত্বিত্ব সমকামী হওয়া সত্ত্বেও ডানিয়েলেন অভিযোগ করেছেন যে সমকামীতা স্থানীয় সংস্কৃতি আর সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। | |
15 | ব্লগ সংবাদ সম্মেলনের সময় বলা অন্যান্য ভ্রান্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে আর তার সাথে ষড়যন্ত্র তথ্যের ব্যাপারে যেখানে শুধুমাত্র আর্মেনিয়া নয় বরং বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। “মিডিয়া ক্লাবে আর একজন ছিল। | 这位博客另外指出,虽然亚美尼亚部分重要文化人士为同性恋者,Karine Danielyan仍指控同性恋威胁当地文化与社会,对于她在记者会说出的谬误,以及社会指同性恋将摧毁国家与世界的阴谋论,这位博客回应: |
16 | অখ্যাত ভুতপূর্ব পরিবেশবাদী কাছিক স্টাম্বল্টসিয়ান। আমি মনে করি তার মন্তব্যের ব্যাপারে মন্তব্য করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না যেহেতু এই ব্যক্তি এটাকে একটা পাগলে পূর্ণ ক্লিনিকাল কেসে পরিণত করেছে। | 记者会里还有另一个人:臭名在外的前环保人士Khachik Stamboltsyan,我觉得响应他根本是浪费时间,因为这个人让自己变成充满疯狂想法的临床案例,指称同性恋着正密谋毁灭世界[…]我言尽于此,因为太滑稽了。 |
17 | তার কথা অনুসারে, রাজমিস্ত্রী আর সমকামীরা মিলে বিশ্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি এখানে থামব। | 这位博客的全文请见此。 |
18 | এটা সম্পূর্ণ পাগলের প্রলাপ।” পূর্ণ পোস্টটি এখানে। | 校对:nairobi |