# | ben | zhs |
---|
1 | পোল্যান্ড: হিটলার ও গর্ভপাত | |
2 | উপরের এই পোস্টার এপ্রিলের শেষদিকে জিয়েলোনা গোরার বেশ কয়েকটি প্রকাশ্য স্থানে দেখা যায়। | |
3 | বিষয়টি জানায় গেজেটা. পিএল রিপোর্টস। | 波兰:希特勒与堕胎? |
4 | এই পোস্টারে এ্যাডলফ হিটলারের ছবি ও তার সাথে কিছু শব্দ লেখা ছিল: সেটা হচ্ছে হিটলারই পোল্যান্ডে প্রথম বৈধভাবে গভর্পাত প্রথা চালু করেন- গর্ভপাত বেছে নেওয়া মানে স্বাধীনতাকে বেছে নেওয়া নয়, কিন্তু নিষ্পাপকে ধ্বংস করা। নারীবাদীদের জন্য ভ্রূন হত্যা মর্যাদার, কিন্তু আমাদের জন্য তা বেদনার। | Gazeta.pl指出, 以上这张海报四月底在Zielona Gora多个公共场所出现,海报上有希特勒(Adolf Hitler)的肖像,文字写着:「希特勒率先在波兰实施合法堕胎,选择权并非自由,而是杀害无辜者,在女性主义者眼中,遭杀害的孩子只是数据,对我们则 是悲剧」,海报上还有胚胎照片、红字标语「堕胎是谋杀」,还有Falanga组织的网站在最底。 |
5 | পোস্টারে একটি ভ্রূনের ছবি ও একটি বাণী ছিল তা হলো গর্ভপাত মানেই খুন। এটি লাল কালিতে লেখা ছিল। | 这项活动是由新纳粹团体Falanga发起,原本是要反对堕胎,但该组织代表亦不否认具宣传用意,希望藉此招募新成员。 |
6 | এর নীচে ফালাঞ্জা ওয়েব সাইটের ঠিকানা দেওয়া ছিল। এই কাজটি সংঘটিত করেছ ফালাঞ্জা নিও নাজি সংগঠন। | 组织网站论坛初始反应相当强烈,Adkalin表示: |
7 | যাদের মুল উদ্দেশ্য গর্ভপাত এর বিরুদ্ধে প্রতিবাদ, তবে ফালাঞ্জা দলের প্রতিনিধি এই প্রতিবাদের বিষয়টি অস্বীকার করেননি, তারা লুকায়নি তাদের প্রতিবাদের উদ্দেশ্য কি ছিল এবং তারা আশা করছে এর মধ্যে দিয়ে আরো নতুন কর্মী তারা দলে ভেড়াতে পারবে। | |
8 | প্রথম প্রতিক্রিয়া এসেছে দি সেম সাইট ফোরাম থেকে, যা ছিল বেশ জোরালো। | 我们何时才能摆脱这些废物? |
9 | আদকালিন মন্তব্য করেছে | Junkier则同意传单内容: |
10 | কখন আমরা এইসব বিষ্ঠার হাত থেকে মুক্তি পাবো। জুনিকার এই ফ্লায়ার(পোস্টারের)-এর বক্তব্যর সাথে একমত | 以任何形式对抗堕胎、女性主义、恶心的社会左翼堕落思想,都应获得欢迎。 |
11 | গর্ভপাতের জন্য প্রত্যেকটি লড়াই আসলে কিছুই নয়, তা একধরনের খুন,এবংনারীবাদীদের জন্য, অসুস্থ বাম-ধারার চিন্তা যা সমাজকে ক্ষয় করে যাচ্ছে, যা সৌভাগ্যজনকভাবে পোল্যান্ডে সামান্য পিছিয়ে গেছে, তার উষ্ণ সম্বর্ধনার প্রয়োজন। | |
12 | ফোরাম ব্যবহারকারীরা হিটলারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা করেছে, কিন্তু যখন আলোচনায় পোস্টারের বিষয়ে এসেছে তখন গোসক:বসো ওরাজ কাসজক বর্ণনা করছেন( পোলিশ ভাষায়): | 论坛读者也讨论希特勒的政治观点,但就海报本身,gosc:boso oraz kaczo认为: |
13 | এই সমস্ত পোস্টার নাৎসী আন্দোলন বা হিটলার, কারো বাণী প্রচার করে না। তার বদলে সে কেবল পরিস্কারভাবে সংগঠনের ফ্যাসিষ্ট বা চরমপন্থী দৃষ্টিভঙ্গি প্রচার করে। | 这张海报既未推广纳粹精神,也非支持希特勒,而是明显展现法西斯观点的组织…我仍希望波兰没有像Falanga成员这种垃圾。 |
14 | আমি এখনও আশা করি পোল্যান্ডে এ ধরনের জঞ্জালের(ফালাঞ্জা অনুসারী, আমি তোমাদের বুঝাচ্ছি)কোন স্থান নেই। | Matt的看法反映多数人态度: |
15 | ম্যাট আরো সাধারণভাবে বিষয়টিকে নির্দেশ করেছেন (পোলিশ ভাষায়): | 每一张希特勒肖像都是纳粹宣传工具,不是每个人都会看懂底下的文字。 |
16 | হিটলারের প্রত্যেকটি ছবি একটা নাৎসী প্রচারনা। এর নীচে কি লেখা আছে তা সকলেই বুঝতে পারবে না বা ভাষা পরতে পারবে না। | 也有许多人质疑海报陈述的内容,例如另一家报纸网站Dziennik.pl的论坛里,Katolik指出: |
17 | এই কাজের উপর যারা মন্তব্য করেছে তারা এই পোস্টারে যে তথ্য দেওয়া আছে তার নির্ভরতার উপর প্রশ্ন তুলেছে, যা এই পোস্টারে রয়েছে এবং অন্য সব অনলাইন রয়েছে, যেখানে এই অপরাধ হয়েছে। কোটালিক অন্য পত্রিকার আলোচনা থেকে লেখা পোস্ট করেছে, পত্রিকার নাম ডেজিয়েনিক. | 值得一提的是,希特勒支持者禁止优越的德意志民众堕胎,只支持低劣的其他种族堕胎,虽然天主教会严格禁止堕胎,并指称是谋杀行为,我身为天主教徒对此持中立原则,我也看破Falanga的手脚,那只是三四成群的年轻人攻击落单者,他们毫无智慧、勇气或道德价值。 |
18 | পোল্যান্ড(পোলিশ ভাষায়)লিখিত: এটা জানানো প্রয়োজন যে হিটলার-এর অনুসারীরা তাদের নিজ জাতির মধ্যে গর্ভপাত সংক্রান্ত সব কাজ নিষিদ্ধ করেছিল। | 地方报纸《Gazeta Lubuska》论坛上,~nn~表达对此事的看法: |
19 | তারা দাবী করেছিল তারা সবার চেয়ে সেরা জাতি। কিন্তু অন্য জাতির মধ্যে তারা গর্ভপাত চালু করেছিল, তাদের নীচু জাতি বিবেচনা করে । | 整件事其实很好笑,因为我把这些光头男子和希特勒支持者连结在一起,…至于内容则明显有害,所谓的保护理论何在? |
20 | একজন ক্যাথলিক হিসেবে, আমি এই বিষয়ের উপর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী রাখি, এমনকি যদিও ক্যাথলিক চার্চ কঠোরভাবে গর্ভপাত বিরোধী এবং একে হত্যা হিসেবে বিবেচনা করে। | |
21 | ফালাঞ্জাদের বিষয়ে বলতে পারি, আমি তাদের চুক্তিপত্রটি দেখেছি। | 每个德国人家中都有花园的梦想何在? |
22 | তারা একদল তরুণ, যারা তিনজনে একজন ব্যাক্তিকে আক্রমণ করতে পারে। তারা তাদের বুদ্ধিমত্তা, সাহস অথবা তাদের নৈতিক মুল্যবোধ দিয়ে জ্বলজ্বল করে না। | …又来了…又是心胸狭隘的一面之词,希特勒保重,历史可能又要再请你上场… |
23 | গেজেত্তা লুবুস্কা নামের একটি স্থানীয় পত্রিকার আলোচনার ফোরামে বা সভায়,~এনএন~এক্সপ্রেসেস এই বিষয়ে তার মতামত জানাচ্ছে(পোলিশ ভাষায়), | |
24 | এটা আসলে খুব কৌতুহলজনক, কারন আমি নিজেই এই সব সাহসী ছেলেদের সাথে যুক্ত ছিলাম, তারা যে শিক্ষকের অনুসারী সেই মহাশয় পোস্টারের ছবিতে দৃশ্যমান… এবং পোস্টারে যে উপাদান রয়েছে এটা অন্তত কম ক্ষতিকর- রাষ্ট্রীয় নিরাপত্তা ত্বত্তের মধ্যে থাকার ব্যাপারে কি বলা যায়, একটি বাড়ীর সাথে একটি বাগান জার্মানদের এই স্বপ্নের ব্যাপারে কি বলা উচিত-অন্তত ইউক্রেনের ব্যাপারে…. | |
25 | যেখানে কেউ যাবে… একপেশে এবং ক্ষুদ্রমনা, এ্যাডি(এ্যাডলফ হিটলার) নিজের যত্ন নিও, ইতিহাস আরেকবার তোমাকে উৎসাহ প্রদান করছে…. | 校对:Soup |