# | ben | zhs |
---|
1 | যুক্তরাষ্ট্র: বনে তীর্থযাত্রা | 美国:荒野朝圣旅行 |
2 | আগস্টের ২৪ তারিখে, দুই তরুণ পথচারী, যাদের একজন আমেরিকান, যার বয়স ১৯ বছর ও অপরজন এক চীন বংশদ্ভূত নাগরিক যার বয়স ২১ বছর, স্টামপেডের দুর্গম পথে হারিয়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। | |
3 | এই এলাকাটি আলাস্কার ফেয়ারব্যাঙ্কসের কাছে অবস্থিত। যখন তাদের আবিষ্কার করা হয়, তখন তাদের পরনে ছিল শহুরে পোশাক এবং তাদের কাছে জীবন ধারনের জন্য সামান্য কিছু খাবার ছিল। | 8月24日,19岁美国人与21岁中国人两位旅行者失踪,地点位于美国阿拉斯加州费尔班克斯(Fairbanks)附近的Stampede Trail步道,骑警表示他们生还时,两人只穿着一般市区服装,随身食物也很少,这已非荒郊野外的当地首次出现准备不足的旅行者。 |
4 | এ রকম প্রস্তুতি ছাড়া বন্য এবং মানব বসতিহীন কোন এলাকায় অভিযাত্রীকে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। অন্যদের মতো তারাও ম্যাজিক বাস বা যাদুকরী বাসটিকে খুঁজে বের করা চেষ্টা করছিল,যা ১৯৯৬ সালে সবেচেয়ে বেশি হওয়া বিক্রি ইন টু দা ওয়াইল্ড বইয়ের অন্যতম প্রধান চরিত্র। | 他们和过去其他案例一样,都是希望见到「魔法巴士」,这是1996年畅销著作《阿拉斯加之死》(Into the Wild)两大主角之一,这本作品后来由演员西恩潘(Sean Penn)于2007年改编并执导拍摄为电影。 |
5 | পরে এই বইটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয় যাতে সীন পেন অভিনয় করে। | 作者强. |
6 | ২০০৭ সালে তৈরি হওয়া এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সীন পেন নিজে। | 克拉库尔(Jon Krakauer) 在书中记录克里斯. |
7 | এই বইটির লেখক জোন ক্রাকাউয়ের, যিনি এই বইটি লিখেছেন ক্রিস্টোফার আলেকজান্ডার ম্যাকক্যান্ডেলের সত্য ঘটনা অনুসারে যে সুপারট্রাম্প নাম গ্রহণ করেছিল। সে ছিল বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক পর্বের এক ছাত্র। | 麦克肯多斯(Christopher “Alexander Supertramp” McCandless)的真实故事,这位大学毕业生放弃亲友,横越美国,前往命运目的地阿拉斯加,人们后来于1992年,在一辆过往做为猎人庇护站的废弃 巴士里,发现他的遗体。 |
8 | সে যুক্তরাষ্ট্রের পথে বেরিয়ে পড়ে তার বন্ধু ও পরিবারকে পেছনে ফেলে। এই পথ তাকে তার দুর্ভাগ্যজনক লক্ষ্যের পথে ঠেলে দেয়, আলাস্কার পথে। | 外界至今仍不确定真正死因,包括饥饿、中毒、受伤等揣测不一而足,也让事实还滞留在谜雾中。 |
9 | সেখানে ১৯৯২ সালে তাকে এক বাসে আবিষ্কার করা হয় মৃত অবস্থায়। সেই বাসটি এক সময় জনসাধারণকে পরিবহন করত, পরে তা স্থানীয় শিকারীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়। | 在「魔法巴士」前的麦克肯多斯,照片来自他自己的相机 |
10 | তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে, অনাহারে মারা যাওয়া থেকে বিষ শরীরে প্রবেশ করা অথবা এমন এক ক্ষত যা ঘটনাটিকে রহস্যাবৃত করে ফেলে। | 加拿大报纸《The Star》指出,每年世界各地都有百人左右追随麦克肯多斯的朝圣足迹,他也成为人回归自然与自由的象征。 |
11 | ম্যাজিক বাসের সামনে ক্রিস্টোফার ম্যাকক্যান্ডেলস (ছবি তার নিজের ক্যামেরায় তোলা) | 巴士朝圣之旅 |
12 | কানাডার স্টার নিউজপেপারে মতে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ১০০ মতো লোক তীর্থ হিসেবে ম্যাকক্যান্ডেলের পদাঙ্ক অনুসরণ করে। | The road chose me博客的Dan是探险家兼博客,他记录前往麦克肯多斯陈尸处的路途有多么困难: |
13 | তাকে বিবেচনা করা হয় স্বাধীনতা ও প্রকৃতির কাছে ফিরে যাওয়া এক মানুষের প্রতীক হিসেবে। বাসের প্রতি তীর্থযাত্রা | 我在Dalton高速公路上,遇见两位很酷的奥地利人Thomas和Rolad,只花十秒钟,我便说服他们与我一同前往 「魔法巴 士」,我们在Stampede Road上开了12. |
14 | রোমাঞ্চের সন্ধানে বের হওয়া অভিযাত্রী ও ব্লগার ডান যার ব্লগ দা রোড চুজ মি। তিনি বর্ণনা করেন যে পথে গমন করে ম্যাকক্যান্ডেল মৃত্যু বরণ করেছে সেই পথের বিপদ সম্পর্কে। | 5英里后,必须下车步行前进,隔天早上一开始步行1.5小时路况还很好,走过几个沼泽,跨越约小腿深度的溪水,才抵达 Taklinika河边。 |
15 | এই পথে আমি অস্ট্রিয়ার দুই বর্ণ ময়/ঠান্ডা চরিত্রের অধিকারি ব্যক্তি থমাস ও (আর-কে দীর্ঘ সময় ধরে উচ্চারণ করতে হবে) রোলান্ড, তাদের দেখা পেলাম ডালটন সড়কে এবং বাসটি দেখতে যাবার জন্য তাদের অনুরোধ করে এই বিষয়ে তাদের প্রভাবিত করতে ১০ সেকেন্ড সময় লেগেছে। | |
16 | আমরা স্টাম্পেডের রাস্তার উপর প্রায় ১২. ৫ মাইল গাড়ি চালাতে পারলাম, তারপর যানটিকে রাস্তায় রেখে পায়ে হেঁটে চললাম। | 他们向上游前行,找到可渡河之处,Dan写道:「水深及大腿时并猛地涌来时,我真的感到害怕」,然而他们最后终于抵达「费尔班克斯142号巴士」: |
17 | পরের দিন দেড় ঘন্টা পায়ে হাঁটার পর আমরা সত্যিকারের এক সুন্দর পথ চিহ্ন পেলাম, যার উপর দিয়ে আমরা ভ্রমণ করতে শুরু করে দিলাম। পথে কয়েকটা জলাভূমি, পায়ের পাতা ভিজে যায় এমন কয়েকটি অগভীর নদী পড়ল এবং তা আমাদের টেকলিনিকা নদীর কিনারে নিয়ে গেল। | 当142号巴士出现在步道旁,我感到很惊讶,[…]似乎还没准备好面对这一刻,我在空地旁站了一会儿,做好心理调适,虽然我从未来过这里,但因为书籍、电影与网络照片,让我感觉很熟悉。 |
18 | তারা নদীর স্রোতে বিস্মিত হল এবং একটা জায়গা আবিষ্কার করল যেখান দিয়ে নদী পার হওয়া যায়। | 我原以为「魔法巴士」现场会感觉宁静而哀伤,却很意外情况恰恰相反。 |
19 | যখন নদীর এক খানে উরু পর্যন্ত পানিতে ডুবে গেল, তখন আমি কিছুটা ভয় পেয়েছিলাম এবং তখন স্রোত সত্যিই জোরে ধাক্কা দিচ্ছিল,” ডান লিখেছে, ঘটনাক্রমে তারা ফেয়ারব্যাঙ্কস বাস ১৪২ এর কাছে পৌঁছায়”: | |
20 | যখন এই পথের ধারে ১৪২ নম্বর বাসটি দৃশ্যমান হলো তখন এক আমার ভিতর থেকে আকস্মিক এক দীর্ঘশ্বাস বের হল […], কিন্তু সেখানে যাবার জন্য তখন প্রস্তুত ছিলাম না, আমি পরিষ্কার প্রান্তে এক মুহূর্ত থামলাম এবং এরপর ক্লান্ত শরীরে দরজার দিকে এগুলাম, সবকিছু যেন ভেতরে নেবার চেষ্টা করলাম, যদিও আমি এর আগে কখনো সেখানে প্রবেশ করি নি- কিন্তু সবকিছু আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল-বইয়ের বর্ণনা, চলচ্চিত্র এবং অনলাইনে আমি যে ছবি দেখেছি, সব কিছু ঠিক তার মতই। | |
21 | আমি মনে করেছিলাম যে ম্যাজিক বাস হবে এমন এক জায়গা যেখানে সময় কাটানো হবে বেদনার- কিন্তু বিস্ময়কর ভাবে আমি ঠিক এর উল্টোটাই আবিষ্কার করলাম। | |
22 | বাসের বর্ণনা | 亵渎巴士 |
23 | দেখে মনে হচ্ছে কিছু ভ্রমণকারী এই সমাধিসৌধের প্রতি শ্রদ্ধা রাখে না। আলাস্কার ফেয়ারবাঙ্কসের ব্লগার এড প্লুম্বস বিষয়টি তার ব্লগ দি এ্যাডভেঞ্চারে বর্ণনা করেছেন, তিনি লিখেছেন: এই বাসে তার দ্বিতীয় ভ্রমণ সম্বন্ধে: | 有些人似乎不太尊重这块「陵墓」,费尔班克斯当地博客Ed Plumb在The Edventures博客中,描述第二次前往巴士的情况: |
24 | অবশেষে আমরা বাসের কাছে এসে পৌঁছলাম এবং আবিষ্কার করলাম পুরো বাসটি এলোমেলো হয়ে আছে। কিছু জানালা ক্ষতবিক্ষত হয়ে আছে, ভাঙ্গা কাচের টুকরো এখানে সেখানে পরে আছে এবং বাসটির বেশীরভাগ জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে, বাসের ভেতরে ময়লা আবর্জনা ছড়িয়ে রয়েছে এবং এর কাছে কিছু ফার জাতীয় গাছ জন্মেছে। | 我们抵达时,发现巴士情况一片混乱,不少窗户遭人敲破,碎玻璃散落一地,巴士上多数物品也遭破,垃圾散落在巴士周围,以及一旁的云杉林中。 |
25 | এই বাস কেবল যে নির্ভীক রোমাঞ্চ সন্ধানী অভিযাত্রী অথবা যারা জীবনকে নিয়ে খেলা করে কেবল তাদেরই আকর্ষণ করে না, এই বাস চিত্রশিল্পী এবং ব্লগার হীদার হর্টনকে আকর্ষণ করেছে, ভদ্রমহিলা তার ওয়েবসাইটে এক চিত্রশিল্পের প্রদর্শন করেছেন এই বাস ভ্রমণের অনুপ্রেরণায়: | |
26 | ফেয়ারবাঙ্কাস বাস ১৪২, ছবি হীদার হর্টনের সৌজন্যে যখন আমি এই চিত্র অঙ্কন করি তখন আমার মাথায় ছিল ক্রিস ম্যাকক্যান্ডেল এর কথা। | 巴士当然不只吸引无惧的探险家或破坏者,画家兼博客Heather Horton在个人网站上,便张贴自己看过巴士后创作的作品: |
27 | যখন সে বাসে বাস করছিল সে সময় আমিও বাসের কাছে গিয়েছিলাম। | 「费尔班克斯142号巴士」画作由Heather Horton提供 |
28 | সৌভাগ্যজনক ভাবে সে সময় কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আমার ভেতরে আবেগ এবং স্মৃতি বন্যার মত ফিরিয়ে এনেছে। যে ১১৩ দিন সে বাসে কাটিয়েছে, আমি সে সময়কার কথা আমি ভাবছিলাম, সে কি ভেবেছিল, যে জানলা দিয়ে সে বাইরে দিকে তাকিয়েছিল, জানালার এক খণ্ডে তার যে প্রতিচ্ছবি পড়েছিল তার মধ্যে দিয়ে সে নিজের দিকে তাকিয়েছিল। | 无论身在当地或是作画时,我都一直想到麦克肯多斯,所幸当时拍下许多照片做参考,帮助我重拾混乱中的情绪与记忆,我回想他 在巴士 上待了113天,思索他可能想些什么,他从窗户向外望,看见自己的倒影,也看见窗外的景色,我透过这幅画作,开始检视他在生命最后一段时光的感受。 |
29 | এই পেইন্টিং-এ আমার নিজের যাত্রার শুরু, ঠিক সেখানে সে নিজের উপর শেষ পরীক্ষাটি করে, তার নিজের দুর্ভাগ্যজনক পথে, চূড়ান্ত যাত্রায় রওনা দেয়। | 不过这些探险却常成为当地民众的负担,必须花费大批人力物力搜救,于是让阿拉斯加民众开始讨论,是否要搬移「魔法巴士」至他处,让人们更容易造访。 |
30 | দুর্ভাগ্যজনক এই রকমের অসংখ্য অভিযান স্থানীয় সম্প্রদায়ের উপর এক চাপ সৃষ্টি করেছে, যখন এদের কারণে বাসিন্দাদের ব্যয়বহুল উদ্ধার অভিযান চালাতে হয়। | |
31 | ঘটনাক্রমে আলাস্কার লোকেরা আলোচনা করছে এক সময় তারা ম্যাজিক বাসটিকে সরিয়ে এমন এক জায়গায় নিয়ে আসবে যেখানে ভ্রমণকারীরা সহজেই যেতে পারে। | 校对:Portnoy |