Sentence alignment for gv-ben-20090428-2554.xml (html) - gv-zhs-20090413-2319.xml (html)

#benzhs
1ব্রুনাই: পরিবেশগত সচেতনতা সৃষ্টি文莱:提高环境意识
2সাম্প্রতিক উদযাপিত আর্থ আওয়ার ( বৈশ্বিক ঘন্টা) দেখিয়েছে যে বিশ্বের ধ্বংসোন্মুখ পরিবেশকে ঠিক রাখার প্রয়োজনে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচেষ্টায় সারা বিশ্ব একত্রে নেমেছিল।
3বিশ্বের জন্য যেন এক নির্বাচনের ডাক এসেছিল।[本文连结皆为英文]
4আমার সহকর্মী গ্লোবাল ভয়েস লেখক নূর হিদায়াহ তার লেখায় বলেন যে, ব্রুনাইয়ের ক্ষেত্রে, অনেক ব্লগারকেই এই উদ্যোগের সমর্থন করতে দেখা গেছে এবং স্থানীয় পত্রিকাগুলো এই ঘটনা নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ করেছে।
5যেখানে অনেকে দেখিয়েছে যে ব্রুনাইয়ের অংশগ্রহণ একটি অর্জন সেখানে অনেকে আবার মনে করেছে পরিবেশ রক্ষায় এটি খুবই অপর্যাপ্ত একটি কাজ।
6ব্রু ডাইরেক্ট নামের ব্রুনাইয়ের একটি পত্রিকা আর্থ আওয়ার এর উদযাপনে জনগনের শেষ মুহূর্তে অংশগ্রহণের প্রচেষ্টা নিয়ে প্রতিবেদন দিয়েছে।
7যদিও বিভিন্ন কর্পোরেশন যেমন কার ডিলারস, হোটেল এবং ব্যক্তিবর্গ যারা অংশগ্রহণ করেছিল তারা অনুভব করে যে ঐ ঘটনা সম্পর্কে জনগণকে জ্ঞান প্রদানের চেষ্টা সামান্যই করা হয়েছে। “যেখানে গুটিকয়েক লোকদের দ্বারা নেয়া এই প্রশংসনীয় উদ্যোগ খুবই কাজের ছিল, প্রতিবেশী দেশগুলোর ব্যাপক আয়োজনে ঢাকা পরে গেছে সেগুলো।最近「地球一小时」活动中,世界各地携手合作,希望提升社会意识,共同照顾地球的脆弱环境,还有人发起「投地球一票」的运动,全球之声作者Noor Hidayah(或見中文版)先前曾撰文指出,许多文莱博客均支持此项计划,当地报纸亦刊登诸多相关报导,虽然许多人认为文莱参加此活动已属成就,亦有很多人觉得如此不足以保护环境。
8ব্রুনাই এমন একটি দেশ যা বর্ণিও এর প্রাণকেন্দ্রের এক তৃতীয়াংশ দখল করে আছে এবং আবহাওয়া পরিবর্তন এবং পৃথিবীর বুকে এর ক্ষতিকারক প্রভাব দূরীকরনে বহু পেছনে রয়ে গেছে”
9“মক্তব দুলী মুড়া আল-মুহতাদী বিল্লাহ তে যে ১৯ বছর বয়স্ক স্থানীয় ছাত্র অধ্যায়ন করে সে আর্থ আওয়ার বিষয়ে অজ্ঞ রয়ে যায়।
10যখন তাকে প্রতিবেশী মালয়েশিয়া এবং সিংগাপুরের স্কুলের উদ্যোগের কথা বলা হয়, সে বলে: “তারা কখনই স্কুলে আর্থ আওয়ার বিষয়ে কোন কিছুই জানতে পারেনি এমনকি এটা কি ন্যুনতম তাও।”
11স্থানীয় সরকারী ঘোষণাও জনগণকে আর্থ আওয়ার ২০০৯ এর গুরুত্ব এবং বৈশিষ্ট্য সম্পর্কে বেশ “অন্ধকারে” রেখেছিল। আশ্চর্যের বিষয় হলো ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় আর্থ আওয়ার সমর্থন করেছিল।当地报纸《Brudirect》报导人们到最后一刻,都希望召集更多人参与「地球一小时」活动,虽然有不少汽车经销商、旅馆与个人加入,他们认为对人民的教育不足:
12“ইউ বি ডি এর স্টাফ মেম্বার কিভাবে জ্বালানী সংরক্ষণ বিষয়ে ছাত্রদের সচেতনতা তাদের পাঠ্যসূচীর মধ্যে অন্তর্ভূক্ত থাকা উচিৎ তা বলেছেন কারন পরবর্তী প্রজন্মের জন্য এটা প্রয়োজন।”
13চ্যান্সেলরির সহকারী রেজিষ্ট্রার কেনি লিও বলেছেন যে এটি ইউবিডিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে।虽然少数人的作为足以当成表率与范例,但相较于邻国庞大的活动成果,文莱占婆罗洲核心的三分之一,对于气候变迁及负面冲击却显得无知又漠不关心。
14“আমাদের সম্মুখযাত্রার সেটা একটা ভালো পদক্ষেপ, কেবল মাত্র শিক্ষার ক্ষেত্রে নয় বরং বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যও এবং সাথে জনগণকেও সম্পৃক্ত করা”, সে বলে । “আমি মনে করিনা ব্রুনাইয়ের আর্থ আওয়ার স্বচ্ছ ছিল কারন কিছু মানুষ এর পেছনের যুক্তি টা এখনও বোঝেনা।一名19岁的当地学生承认,自己对「地球一小时」毫无所知,听到新加坡和马来西亚为此事所做的努力后,她表示:「学校从来没提过这个活动,更不可能有任何说明」,因为地方政府未公布和宣告,让大众对「地球一小时」内容的认识「一片漆黑」。
15কাউকে এর পেছনের মূল কারনটা আলোকিত করা দরকার এবং আমরা আশা করি ইউবিডি এটা চালু করতে পারে, সে বলে।
16অন্য একটি স্থানীয় পত্রিকা, ব্রুনাই টাইমস প্রকাশ করেছে যে:值得注意的是,文莱大学支持此项活动:
17বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধে আর্থ আওয়ার ২০০৯ এ যোগদানের উদ্দেশ্য এবং পন্থা সম্পর্কে অনেক ব্রুনাই বাসী এখনও অন্ধকারে আছে।
18“বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহনের ধারণা বেশ চমকপ্রদ এবং উপযোগী, কিন্তু এর সম্ভাবতা প্রশ্নবিদ্ধ। ”আমি এই বিষয়ে অ্যাস্ট্রোতে একটি বিজ্ঞাপন দেখেছিলাম কিন্তু সত্য বলতে কি আমার জানা ছিলনা ওটা কি অথবা ওটা কিসের জন্য”, ২৫ বছরের যুবকটি তাই বলে।文莱大学助理注册主任Kenny Liew表示:「校内教职员都提到,应将节能观念加入教程之中,因为这对子孙非常重要」,他认为若能做到,文莱大学将可跃升世界级大学,他说:「无论是教育层面或提升大众与校内意识,这对我们将是一大进步,我认为地球一小时活动在文莱不够透明,因为很多民众仍不清楚背后的意涵,有人应率先强调活动主要目标,希望文莱大学会跟进。」
19“আমি মনে করি আমাদের অধিকাংশই খেয়াল করিনা বিধায় জনগণের নিকট তাদের বাতি বন্ধ করে দেয়ার এ আর্জি একধরনের বোকামী।
20পরিবর্তে বরং সরকার বিদ্যুৎ বন্ধ করে রাখার ধারণাটাই ভাল”, সে আরও যোগ করে।另一份报纸《文莱时报》指出:
21ব্লগার হার্ড ব্রেক কিড আর্থ আওয়ার প্রত্যক্ষ করার স্থান নির্দেশ করে যখন নেচার নেচার আর্থ আওয়ারে ব্রুনাইয়ের অংশগ্রহণের একটি ভিডিও চিত্র আপলোড করে। ব্লগার স্ক্রিপ্ট ডেসটিনি বিশ্বাস করে যে আর্থ আওয়ারে যোগদান পরিবেশ রক্ষায় একটি ভোট প্রদান সরূপ:对于参与地球一小时对抗全球暖化的程序和目标,许多文莱人仍一无所知,25岁的业务经理Frankie Tong表示:「采取行动对抗全球暖化的概念很有意思,也有其潜力,但可行性令人质疑,我在Astro电视频道曾看过相关广告,但老实说,我根本不知道活动内容与目标是什么,如果多数人不注意的话,单纯呼吁大众关灯听起来很愚蠢,政府直接帮我们断电可能比较好」。
22সকল বয়সের, জাতীয়তার, গোত্রের এবং পরিপ্রেক্ষিতের মানুষ এর জন্য তাদের বাতির সুইচ ভোট প্রদানের এক সুযোগ - বাতি নিভিয়ে রাখা বিশ্বের জন্য একটি ভোপ সরূপ অথবা বৈশ্বিক উষ্ণতার জন্য তা জ্বালিয়ে রেখে দেয়া।
23ডেনকর্প খেয়াল করেছেন আর্থ আওয়ার ব্রুনাইয়ের জন্য একটি অসফলতা। সর্বোপরী আর্থ আওয়ার পুরোমাত্রায় ব্রুনাইতে অকার্যকর হয়েছে।博客Hard Break Kid列举落实「地球一小时」活动的地点,Nurture Nature则上传当地活动录像。
24কোন সমর্থন ছিলনা। বয়স্ক নাগরিকরা পুরো বিষয়টাই বোঝেনি।Scripted Destiny相信加入活动就等于支持拯救环境:
25যুবকরা খেয়াল না করে পারেনি। স্লে৩আরজেডজেড আর্থ আওয়ারের বিস্তারিত মানে তুলে ধরেছে:人们不论年龄、国籍、种族与背景,都有机会以熄灯代表选票,关灯就等于投环境一票,开着灯就是投全球暖化一票。
26“ এই গণসংযোগের মূল উদ্দেশ্য হলো আর্থ আওয়ারের বাইরে জ্বালানী সমৃদ্ধতা বজায় রাখা, বৈশ্বিক গ্রীন হাউস গ্যাস কমানোতে আমাদের লক্ষ্য অর্জনে প্রতিদিন সামান্য কাজ করা ।
27জেড-ফেম ব্রুনাইয়ের আর্থ আওয়ারে যোগদানের ঘটনায় বিস্মিত হয়েছে।DenCorp认为这场活动在文莱失败:
28সিম্পিলিস্ট এই ঘটনায় ব্রুনাইয়ের অংশগ্রহণ বিশ্বে এর সম্মান বাড়াবে। আমরা বিশ্বকে দেখাতে পারি আমরাও কিছু করতে পারি।整体而言,「地球一小时」在文莱彻底失败,没有人支持,年长民众不明白活动重点,年轻人根本不关心。
29তখন হয়তো ব্রুনাইয়ের লোকজন যে গাছে বাস করে এই ধরনের ধারণা দূরীভূত হবে। ”Slay3rzz指出活动意义:
30গ্রীণ ক্যাম্পেইন প্ল্যাস্টিকের ব্যাগের পরিবর্তে পুন:ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহারের মাধ্যমে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানোর উপায় সম্পর্কে তথ্য প্রদান করে।
31গ্রীণের কিছু কিছু উদ্যোগ ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে কিন্তু খুব বেশীজন তার পক্ষে নেই।活动宗旨是希望人们此后能继续节省能源,每天实践小小行动,就能达到减少温室气体排放的目标。
32অধিকাংশ রেস্টুরেন্ট এবং খাবারের দোকানে পুন:ব্যবহার যোগ্য কন্টেইনার এর পরিবর্তে স্টাইরোফোমস কন্টেইনার ব্যবহার করা হয়।
33তারা পুন:ব্যবহারযোগ্য কেনাকাটার ব্যাগও ব্যবহার করে।Z-Fame很意外文莱也加入这场活动,Simplisti觉得参与此事能帮助文莱改善全球形象:
34জনগণের উপর অনেক উদ্যেগ প্রয়োগ করা হলেও, সেগুলোর ব্যবহারে লভ্যাংশের অভাব খদ্দেরদেরকে বাড়ী চলে যেতে বাধ্য করে।我们能向世界证明自己的能力,或许因此让人们不再觉得,文莱人都住在树上。
35ব্যক্তিগতভাবে, আমি সেটার ব্যবহার করেছি কিন্তু সব সুপারমার্কেট সেটাকে স্বাগতম জানায়নি। আমাকে দোকানের ভেতর ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করার কারনে বড় একটা সুপার মার্কেটের একজন নিরাপত্তা কর্মী আটকে দেয়।Green Campaign提供如何减少对环境负面影响的方式,例如停用塑料袋、多用环保袋等,有些人提出某些环保运动,但未受到太多支持,多数餐厅与小吃摊仍使用保丽龙容器,而非可重复使用的器皿,购物袋情况亦然,虽然社会上有各种环保主张,但对消费者的吸引力都很低。
36সুপারমার্কেটের স্টাফ সংঘের মাঝে যোগাযোগ এর অভাবে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে। আবার অনেক সুপারমার্কেটে খদ্দের হারানোর ভয়ে প্লাস্টিকের ব্যাগ নিয়ে প্রবেশকে বাধা দিতে চায় না।笔者个人使用环保袋,但却不太受超市欢迎,例如带着环保袋进入一家大型超市时,便曾遭警卫人员拦下,超市员工未受全面教育即成环保推广阻碍;许多超市也不愿停止供应塑料袋,深怕因此流失客源。
37আর্থ আওয়ার ঘটনাটি ধ্বংসোন্মুখ পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে ধারাবাহিক সচেতনতার প্রয়োজনকেও তুলে ধরেছে।「地球一小时」强调需持续保护地球脆弱环境,一般民众有许多途径可落实,不需等到政府单位或非政府组织重视。
38অনেক উদ্যোগই আছে যা তুলে ধরার জন্য সরকারী কর্তৃপক্ষ বা এনজিওর জন্য অপেক্ষায় না থেকে সাধারণ জনগণের দ্বারাই গ্রহণ সম্ভব। আর্থ আওয়ারের সময় ব্রুনাইয়ের অংশগ্রহণ文莱参与「地球一小时」活动情况