# | ben | zhs |
---|
1 | ভিডিও: ৯৯ মার্কিন ডলারের মধ্যে মিউজিক ভিডিও বানানো | 99美元完成音乐录像 |
2 | মিউজিক ভিডিও বানানো ক্রমশ: কঠিন হচ্ছে কারণ এটি এমন এক ইন্ডাস্ট্রির অংশ যার প্রস্তুত খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে। ৯৯ মার্কিন ডলার মিউজিক ভিডিও ওয়েবসাইট ব্যান্ড এবং চলচ্চিত্র নির্মাতাদের নতুন শৈল্পিক ভিডিও বানানোর সুযোগ দিচ্ছে কম খরচে। | 在开销不断高涨的时代,制作与宣传音乐录像变得困难,但「99美元音乐录像」(99 Dollar Music Video)网站出现后,让乐团及导演有机会用创意影片发光,用一天时间拍摄,用一天时间剪辑,费用最多只需99美元。 |
3 | পুরো ভিডিও এক দিনে রেকর্ড করে সম্পাদনা করা যায় এবং খরচ ৯৯ মার্কিন ডলারের বেশী পরে না। এই সাইট যেমন বর্ণনা করছে: | 网站简介写道: |
4 | ৯৯ মার্কিন ডলারের মিউজিক ভিডিও একটি স্বাধীন সঙ্গীত নেটওয়ার্ক যারা কম খরচে উন্নত ভিডিও প্রস্তুত করে যা বর্তমান সঙ্গীত জগৎের জন্যে উপযোগী। প্রতি সপ্তাহে আমার উঠতি ব্যান্ডগুলোর মধ্য থেকে একটি নতুন গানের মিউজিক ভিডিও তুলে ধরি। | 「99美元音乐录像」为独立音乐网络,希望结合低音质的顶尖影片与最佳音乐,每个星期,我们都会宣传独立乐团的首支音乐录像,他们与本地导演合作,拍摄原创的新音乐录像。 |
5 | এই সব ব্যান্ডগুলো স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের সাথে যোগ দিয়ে একটি নতুন এবং মৌলিক মিউজিক ভিডিও তৈরি করে। যদিও বেশীরভাগ ভিডিওই উত্তর আমেরিকা মহাদেশ থেকে আসে, আমরা অন্যান্য দেশ থেকেও কিছু ভিডিও পেয়েছি, এবং আজ আমরা সেসব থেকে একটিকে দেখাব। | 虽然多数影片都来自美国大陆,也有些来自其他国家的作品,以下介绍其中一个例子,巴西音乐家qinhO与drgameiro接受挑战,只花了17美元就完成「Mais de uma Janela」这部作品: |
6 | ব্রাজিল থেকে সঙ্গীতশিল্পী কিনহো এবং ড্রিগামেইরো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেছেন এবং মাত্র ১৭ মার্কিন ডলার খরচ করেছেন তাদের “মেই দো উমা জানেলা” ভিডিওটি তৈরি করতে। | |
7 | এই স্কাইপ সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী ও ভিডিওর পরিচালক একটি টিভি চ্যানেলের সাথে কথা বলেন যা নেক্সট নিউ নেটওয়ার্কের অংশ। | 在之后的Skype访谈,音乐家与导演与Next New Networks分享拍摄过程。 |
8 | আপনারা ইউটিউবে কুইনহোকে অনুসরণ করতে পারেন। | 各位在YouTube网站也可以找到QuinhO。 |
9 | এই ভিডিওগুলো সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা সাইটে তুলে দেয়া হয় এবং আপনার কাছে যদি এমন ভিডিও তাকে যা এর শর্তগুলো পূরণ করে তাহলে আপনারাও এই চ্যানেলে যোগ করতে পারেন। | 影片都是由艺术家或导演提供,若各位的影片符合网站标准,也可以加入这个频道,虽然该网站最近制作速度减缓,希望会有下一季再带给我们惊喜。 |
10 | যদিও এই চ্যানেলের কর্মচাঞ্চল্যতা ইদানিং কমে গেছে, আমরা আশা করব তারা নতুন মৌসুমে আমাদের চমকে দেবে। | 校对:Soup |