# | ben | zhs |
---|
1 | নেপাল: প্রধানমন্ত্রী প্রচন্ড পদত্যাগ করেছেন ছবি উইকিপিডায়ার সৌজন্যে | 尼泊尔:总理宣布辞职 |
2 | প্রায় দশদিন (৪মে থেকে) আগে অভিযোগ ওঠে যে নেপালের জেনারেলরা সেনা প্রধানকে অপসারণের মাওবাদীদের পরিকল্পনা ঠেকাতে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছেন। | |
3 | হাফিংটন পোস্টে বিনাজ গুরুবাচারিয়া ঘটনার পেছনের কারন তুলে ধরেছেন: “দাহাল প্রাক্তন মাওবাদী বিদ্রোহী নেতা। | [除另标示,本文连结皆为英文] |
4 | তিনি সামরিক বাহিনী প্রধান রুকমানগাদ কাতোয়ালকে রোববার বরখাস্ত করেন। | 照片来自维基百科 |
5 | প্রাক্তন বিদ্রোহীদের সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনী প্রধান এক বিবাদে জড়িয়ে পড়েন। প্রেসিডেন্ট রাম বরন যাদব, যিনি নেপালের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, দাহালের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন এবং গভীর রাতে এক নোটিশের মাধ্যমে কাতোয়ালকে আবার কাজে ফিরে যেতে বলেন। | 2009年5月4日当地下午三点,尼泊尔总统普拉昌达[中文](Prachanda)透过记者会宣布辞职,使原已动荡的国家更进一步陷入危机,辞职导火线在于总统雅达夫(Ram Baran Yadav)径自决定将先前罢黜的军方将领卡达瓦(Rookmangud Katwal)复职。 |
6 | ২০০৬ সালে মুলধারার রাজনীতিতে যোগদানের আগে নেপালে মাওবাদীরা সরকারের বিরুদ্ধে ১০ বছর ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ চালায় এবং গতবছর অনুষ্ঠিত নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় অর্জন করে। | |
7 | গত বছরই হিমালয়ের এই দেশটি শতাব্দী প্রাচীন রাজতন্ত্র প্রথা বাতিল করার ঘোষণা করে। | 不过十天之前,才有人指控尼泊尔军方将领计划发动「软革命」,以反击毛派打算罢黜军方高层。 |
8 | তবে এক শান্তিচুক্তি মোতাবেক প্রাক্তন অনেক মাওবাদী গেরিলাকে জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা ব্যারাকে থাকতে হয়, তারা সেখান থেকে বের হতে পারে না। | The Huffington Post网站的Binaj Gurubacharya提供事件背景: |
9 | দাহাল প্রাক্তন গেরিলাদের এই সীমাবদ্ধতা দুর করতে চান এবং তাদের সামরিক বাহিনীর সাথে যুক্ত করে দিতে চান, যা জাতি সংঘের মধ্যস্থতায় শান্তিচুক্তির সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। | |
10 | কিন্তু কাতোয়াল এ সমস্ত প্রচেষ্টাকে বাঁধা দিয়েছেন এবং এই বিষয়ে ক্রমাগত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আলাদা অবস্থান নিয়েছেন।” | 由于对前游击队是否并入政府军,前毛派游击队首领普拉昌达于5月3日将卡达瓦解职,但法律上握有军队领导权的总统雅达夫否决普拉昌达的决定,于深夜下令卡达瓦重回岗位。 |
11 | প্রধানমন্ত্রীর সংবাদ সম্মিলনের (নেপালী ভাষায়) ভিডিও এখানে দেওয়া হয়েছে, যেখানে তিনি তার পদত্যাগ-এর ঘোষণা দেন এবং অভিযোগ করেন রাষ্ট্রপতি বরখাস্ত করা সামরিক বাহিনী প্রধানকে পুনর্বহাল করে নিজে সাংবিধানিক অভ্যুর্থান ঘটিয়েছেন। | |
12 | প্রচন্ড বলেন রাষ্ট্রপতির এই কাজ অসাংবিধানিক এবং তিনি অভিযোগ করেন বিদেশী শক্তি ও বিরোধী রাজনৈতিক দল মিলে নেপালের নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতিকে (যিনি প্রধান হলেও ক্ষমতাহীন) দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। | |
13 | নীল'স নেপাল রাষ্ট্রপতির লেখা চিঠির মধ্যে উল্লেখিত সাংবিধানিক বিষয়কে ব্যাখা করছেন: “এখানে একটি বিষয় পরিস্কার যে প্রতিরক্ষা মন্ত্রনালয় সামরিক বাহিনীকে যে কারনে বরখাস্ত করেছে তা মোটেও অসাংবিধানিক ছিল না। | 毛派份子于2006年加入政坛主流之前,曾于政府军血腥对战十年,后来尼泊尔废除实行数百年的君主立宪制,毛派于去年国会大选成为最大党,不过依据和平协议,多数前毛派游击队仍限制居住在联合国监督下的兵营。 |
14 | উল্টোদিকে এর মধ্যে মোটেও সাংবিধানিক কিছু নেই যে কেবল অনুষ্ঠানিক একজন রাষ্ট্রপতি-এর বিরুদ্ধে বীপরিত আদেশ দিচ্ছে। এই চিঠি আসলে একটা সামরিক অভ্যুত্থানের সমান। | 普拉昌达希望依照联合国斡旋的和平协议,让前游击队获得自由,并且并入政府军,但卡达瓦相当反抗,屡屡在政府内造成争执。 |
15 | আমরা অপেক্ষায় আছি কি ভাবে মাওবাদীরা ঘটনার মোকাবেলা করে। ইউনাইটেড উই ব্লগ এ মনে হচ্ছে প্রচন্ডর পদত্যাগের সিদ্ধান্তে পাঠকের দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। | 以下为总理记者会画面[尼泊尔文],他在其中宣布辞职,并指控总统让卡达瓦复职形同「宪政政变」。 |
16 | অনেকে কথা রাখার জন্য প্রচন্ডের প্রশংসা করছে, কিন্তু অনেকে তার এই সিদ্ধান্তকে হঠকারী বলে মন্তব্য করছে। | 普拉昌达指控总统行为违宪,并抨击外国介入及政敌影响总统驳回他的决定。 |
17 | আহিমসা মন্তব্য করছেন: (রাজকীয়) সামরিক বাহিনী সব দখলে নিয়ে নিয়েছে! | Neil's Nepal说明总统文告内的宪政问题: |
18 | তারা পিএলএকে সামরিক বাহিনীর সাথে সংযুক্ত করতে দেয়নি। (রাজকীয়) সামরিক বাহিনী সাফল্যের সাথে নেপালের শান্তিচুক্তি অকার্যকর করতে সমর্থ হয়েছে। | 情况应该很明显,军方将领遭国防部解职并无违宪之虞,但虚位总统下令撤除解职令却完全不合宪,这封文告形同合法发动政变,我们接下来应关心毛派并军计划如何发展。 |
19 | এখন মনে হচ্ছে তারা চেষ্টা করবে দলটিকে ক্ষেপিয়ে তুলতে এবং অমুল পরিবর্তন ঘটাতে, যাতে জনগণ সামরিক শাসন জারীর পক্ষে চলে যায়। | United We Blog博客上的读者对总理辞职反应不一,有些人赞美他信守原则,但也有些人批评他鲁莽不顾后果。 |
20 | বিদায় গণপ্রজাতন্ত্রী নেপাল।” | Ahimsa表示: |
21 | নেপালীর দৃষ্টিভিঙ্গী আহিমসার থেকে অনেক আলাদা: | 政府军得胜! |
22 | “যখন প্রধানমন্ত্রী এ রকম মাথা গরম করা এবং অর্থহীন সিদ্ধান্ত নেবার সাহস করছে তখন একজন সাধারন নেপালী তার কাছ থেকে আর কি আশা করতে পারে…. পদত্যাগ ছাড়া।” | 阻挡毛派游击队并入政府军后,他们成功毁掉尼泊尔和平进程,接下来很可能企图激怒毛派,让社会同意实施戒严,尼泊尔共和国再见。 |
23 | নেপালী ভাষার ব্লগ মাইসানসার ও বর্তমানে নেপালে চলাতে থাকা রাজনৈতিক সংকট এর উপর লিখছে। | Nepali意见大不相同: |
24 | প্রধানমন্ত্রীর পদত্যাগের উপর লেখা একটি পোস্টে দাবী করা হয়, এখন প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনাইটেড মার্ক্সিস্ট এন্ড লেলিনিস্ট) (ইউএমএল) নতুন সরকার বানানোর দৌড়ে এগিয়ে আছে। | |
25 | দলটির প্রাক্তন প্রধান সম্পাদক মাধব কুমার নেপালের নেতৃত্বে তারা সরকার গঠন করতে যাচ্ছে। | 若总理会出做如此有勇无谋的决定,尼泊尔军方将领能对他有何期待…大概只能辞职。 |
26 | লাক্স, একজন নেতা, মাইসানসার এ প্রধানমন্ত্রীর পদত্যাগের উপর মন্তব্য করতে গিয়ে তিনি বলেন জনগণের সুন্দর ভবিষ্যতের যে চাওয়া রাজনীতিবিদদের রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে গিয়ে তার সমাপ্তি ঘটছে।” “আবার সেই পুরোন ঘটনা ঘটছে, যা আমরা বার বার নেপালের রাজনীতিতে ঘটে আসতে দেখছি। | 尼泊尔语博客Mysansar也追踪尼泊尔政治危机动态,对于总理下台,让博客认为主要在野党共产党在前秘书长Madhav Kumar Nepal带领下,将会忙着组织新政府。 |
27 | সাধারণ জনগণের নামে স্বার্থপরতা এবং ক্ষমতার ক্ষুধা নিয়ে সমস্যা তৈরী করা। | 读者Lax留言表示,人民对未来的期望受政治摧毁: |
28 | এটি একটি দু:খজনক ঘটনা, সেই পুরোন জনগণ, পুরোন ক্রীড়ানক হয়েই আছে এবং আন্দোলিত হচ্ছে বারবার, সেই পুরোন তথাকথিত দূনীর্তিবাজ রাজনীতিবিদ -এর হাতে, যারা ইতিমধ্যে সীদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং তাদের আসল চেহারা অতীতে সবাইকে দেখিয়ে দিয়েছে। নেপালের জনতা কখনই শিক্ষা নেয় না। | 又是旧事重演,类似情况在尼泊尔政坛反复不断,自私的权力争夺总隐藏在公众利益之下,很遗憾看到大众总受耍弄,也总是同一群贪腐领袖,过去便已露出真面目,尼泊尔社会永远学不会教训,只要这些领袖还在的一天,什么事都不会改变,别让任何人利用你,请各位走出无知,自己决定命运。 |
29 | যতদিন এই নেতারা জীবিত থাকবে আসলে নেপালের কোন পরিবর্তনই হবে না। | |
30 | জনতা তোমরা নিজেকে কারো হাতে ব্যবহার হতে দিও না। অজ্ঞতা থেকে বের হয়ে আসো এবং নিজের ভাগ্য নিজে গড়”। | 据Republica报导的晚间消息,毛派已发动新一波反对总统的抗争: |
31 | পরবর্তীতে মাই রিপাবলিকা কাঠমুন্ড থেকে পাওয়া সর্বশেষ খবর প্রকাশ করছে। যে মাওবাদীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন করে আন্দোলন করবে: | 毛派秘书处会议决定加强国会及街头抗争,直至总统撤回「违宪」决定。[ …] |
32 | “মাওবাদীদের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওবাদী) সিদ্ধান্ত নিয়েছে তারা একই সাথে সংসদে ও রাস্তায় আন্দোলন চালিয়ে যাবে যতক্ষন না রাষ্ট্রপতি রাম বরন তার অসাংবিধানিক চাল উঠিয়ে নেয়।” | |