Sentence alignment for gv-ben-20110816-19393.xml (html) - gv-zhs-20110817-9672.xml (html)

#benzhs
1জাপানঃ কি ভাবে বৈদ্যুতিক উপাদান থেকে জীবনকে বিছিন্ন এবং বিদ্যুৎ সঞ্চয় করবেন
2এই প্রবন্ধটি জাপানের ভূমিকম্পের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।日本:如何在生活省电
3জাপানের নাগরিকরা বিদ্যুৎ সমস্যার সাথে জীবনকে খাপ খাইয়ে নেবার জন্য বিদ্যুৎ সঞ্চয়ের উপায় নির্ধারণ করছে, এর জন্য জাপানের জনতা জীবনের নানা ক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখছে।
4এই মুহূর্তে জাপানের ৫৪টি পারমাণবিক চুল্লির মধ্যে মাত্র ১৯ টি চালু আছে এবং সরকার দেশটির নাগরিক-বিশেষ করে যারা জাপানের পূর্বাংশে বাস করে তাদের কাছ আবেদন জানিয়েছে যে তারা যেন বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমিয়ে দেয় ।
5ফুকুশিমা পারমাণবিক চুল্লি বিপর্যয়ের পর থেকে বিদ্যুৎ-উৎপাদনে যে স্বল্পতা দেখা দিয়েছে, সেটি মোকাবেলার জন্য এই আবেদন।
6গবেষণা প্রতিষ্ঠান মাইক্রোমিল পরিচালিত এক জরিপ অনুসারে [জাপানী ভাষায়] , এই জরীপে অংশ নেওয়া ৭০ শতাংশ নাগরিক গত কয়েক মাসে তাদের জীবন যাত্রা পাল্টে ফেলেছে।
7জরিপে অংশ নেওয়া বেশিরভাগ নাগরিক তরুণ, যাদের বয়স ২০-এর কোঠায়।因为国内电力短缺,日本民众依据省电方针,纷纷在生活中想办法减少用电。
8তারা আটটি ভিন্ন অঞ্চল থেকে এসেছে। এদের সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা বলেছে যে এখন তারা বেশিরভাগ সময় বাসায় কাটায়।全国54座核子反应炉中,目前只有19座正常运转,日本政府呼吁民众(尤其是东部民众)减少用电,避免福岛核电厂灾变造成供电危机。
9বাসায় তারা বাতি বন্ধ রাখে এবং যে সময়টায় ব্যবহার করা হয়না, সে সময় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির তার খুলে রাখে। বিদ্যুৎ বাঁচাও, সুইচ বন্ধ রাখ।Micromill研究公司所进行的调查显示,日本七成受访者过去几个月都改变生活型态,受访者为二十多岁的年轻人,来自八个不同县市,多数表示自己待在家里的时间变长、时时谨记关灯,若电器不用就拔掉插头。
10ছবি বেভেলে-এর। সিসি বাই-এনসি-২.省电,关灯。
11০ বিদ্যুৎ সংরক্ষণের জন্য যে সমস্ত উপায় গ্রহণ করা হচ্ছে তা এখন দেশটির এক বিতর্কের বিষয়, কিন্তু অনেকে তাদের দৈনন্দিন জীবনের বৈদ্যুতিক উপাদান ব্যবহারের বিষয়টি পাল্টে ফেলার জন্য এই সুযোগটি গ্রহণ করেছে।
12রোকো, জাপানের পশ্চিমে অবস্থিত কোবেতে বাস করে। ভদ্রমহিলা জানান যে তাঁর পরিবার এই সংক্রান্ত দৈনন্দিন অভ্যাস পাল্টে ফেলেছে [জাপানী ভাষায়], এমনকি যদিও জাপানের এই অংশটি ফুকুশিমার পারমাণবিক চুল্লি বিস্ফোরণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।图片来自Bevelle,依据创用CC BY-NC-SA 2.0授权使用
13আমার পরিবার এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপ মাত্রা সব সময় ২৮ ডিগ্রী সেন্টিগ্রেডে রাখে!这些省电措施是否有效,目前国内仍众说纷纭,但许多人确实藉由这个机会,改变自己的用电习惯。
14এছাড়াও আমার এখন সবাই সব সময় চেষ্টা করি এক সাথে এক কামরায় থাকতে, যাতে একটি মাত্র শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার হয়।
15এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যেসবের উপর আমরা মনোযোগ প্রদান করি, এর সাথে যুক্ত রয়েছে এক ঘণ্টা আগে বিছানায় যাওয়া এবং সকালকে আরো কার্যকর ভাবে ব্যবহার করা।
16বেলা ২ টার দিকে কম্পিউটার এবং টিভির মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা ভালো।Roco住在日本西部的神户,表示虽然当地未直接受到福岛核灾冲击,但全家人已改变习惯:
17কারণ সে সময় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে। “সাৎসুডেন” (সংক্ষেপে বিদ্যুৎ বাঁচাও) প্রতিদিনের একটি শব্দে এবং কিছু কিছু ঘটনায় আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।我家现在已习惯将空调温度设定为摄氏28度,在家也希望大家尽量待在同一个房间,就只需要开一台冷气,我们也注意好几件事情,例如早一个小时上床睡觉,并善用早晨时间;最好能避免在下午两点左右使用电脑或电视等,因为当时用电需求正达高峰。
18যেমন বলা যায, সাৎসুডেন রন্ধন প্রণালী ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে নাগরিকরা কি ভাবে বিদ্যুৎ বাঁচিয়ে উৎকৃষ্ট উপায়ে খাওয়ার যায়, সেই বার্তা সবার কাছে ছড়িয়ে দিচ্ছে।“省电”如今已成为日常用词,有时更形成趋势,例如省电食谱在網絡上相当受欢迎,许多人都在分享讯息,讨论如何享受美食,又不需使用太多电力。
19সিরোসাগি নামক ভদ্রমহিলা তাঁর ব্লগে বেশ কছু পরামর্শ প্রদান করেছে[ জাপানী ভাষায়];Shirousagi的建议是:
20যদি আপনি রান্না করতে হয় এমন খাবার ব্যবহার করেন তাহলে অবশ্যই ঘরের তাপমাত্রা বেড়ে এবং আপনি গরম অনুভব করতে থাকবেন, যার ফলে বলা যায় তাজা খাবার খাওয়া হয়, তাহলে তা বিদ্যুৎ সঞ্চয়ে সাহায্য করবে এবং আমাদেরকে ঠাণ্ডা রাখবে।
21সেৎসুডেন এর নিখুঁত এক উদাহরণ হচ্ছে সাসিমি, কারণ আপনি রান্না না করেই এই খাবার খেতে পারেন [কাঁচা মাছ]। বিদ্যুৎ বাঁচানোর এই প্রবণতা শুরু হয়েছিল গ্রীষ্মের আগে, যে সময় ঘরোয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি বিক্রির দোকান বিভিন্ন পণ্যের উপর ছাড় দেওয়া শুরু করে, যাতে নাগরিকরা কম বিদ্যুৎ খরচ করার সুবিধা লাভ করে।我个人的省电食谱中,运用大量豆腐、红烧食品、梅干、海苔、腌渍食品、罐头食品、火腿、鱼绞肉等,因为不需使用电力或瓦斯,食用也很方便;若需要烹调,室温难免会上升,令人感到燥热,故新鲜食物既能省电、又可降温,最佳范例是生鱼片,根本不需烹煮即可下肚。
22ব্লগার বোতা মে মাসে প্রথম সেৎসুডেন যন্ত্র লাভের পর থেকে তাঁর জীবনযাত্রা পাল্টাতে শুরু করেন:省电风潮在夏天之前即已开始,电器与家具行推出各种促销产品,希望能促进低耗电生活。
23১) আমি ইলেকট্রিক কোম্পানীর সাথে চুক্তি পাল্টে ৪০ এ্যাম্পায়ারের বদলে ৩০ এ্যাম্পায়ারের জিনিষ নিয়ে আসি।
24এর উদ্দেশ্য ছিল আমি যে যন্ত্র ব্যবহার করব তা যেন বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমিয়ে দেয়।Bota自五月便开始改变生活方式,开始采购省电商品:
25২) আমি সেই সমস্ত বাল্ব ব্যবহার বন্ধ করে দিলাম যে সব বাল্বে অনেক বেশী বিদ্যুৎ লাগে, যেমন ডাউন লাইট এবং ক্রিপ্টন বাল্ব।一,我已更改与电力公司的合约,从40安培降至30安培,减少我能用的电量。
26(লেড বা সিসার দ্বারা তৈরি বাতি এখনো অনেক ব্যায়বহুল, যার ফলে আমার পক্ষে এখনই তা ব্যবহার করা সম্ভব নয়)। […]二,我不再使用耗电量高的灯泡,例如氪气灯泡或嵌灯(LED灯还是太贵,所以我放弃了。) […]
27৩) আমি টোকিও ইলেকট্রিক কোম্পানীর কাছে “ বিদ্যুৎ ব্যবহার তালিকা” (ইলেকট্রিক শেপ আপ চার্ট) -এর জন্য দরখাস্ত করছি, যাতে আমি প্রতি মাসে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি তা যাচাই করতে পারি।
28৪) যেহেতু আমি গরমের উষ্ণতার জন্য প্রস্তুত হচ্ছি, সে কারণে আমি এক সবুজ বেষ্টনী তৈরি করেছি।三,我向东京电力公司申请“电力结构表”,追踪每月用电量。
29এই বছর অনেক পরিবার করলা (বিটার মেলন) কিংবা মর্নিং গ্লোরী নামক ফুলের চাষ করছে যাতে ছায়া সৃষ্টি করা যায়। যার ফলে এখন দোকানে আর কেউ যায় না।四,为了抵挡暑热,我用绿叶制作成帘幕。
30গোয়া বা করলা লতার আচ্ছাদন। ছবি হিদেতসুগু তোনামুরার সিসি বাই-এনসি ২.今年许多家里都开始种苦瓜或牵牛花,让藤蔓自然长成屏障,在购物中心已经销售一空。
31০ ১) জুলাই-এ আমি সাধারণ বাতির বদলে লেড বা সিসার বাতি ব্যবহার করতে সক্ষম হব। তবে বর্ষাকালের পরে যখন সুর্য আরো উত্তাপ ছড়াতে শুরু করবে তখন আমি তাপ প্রতিরোধী আচ্ছাদন ব্যবহার করতে শুরু করব, কারণ বাড়তি উত্তাপ রোধ করা হচ্ছে আমার লক্ষ্য।苦瓜门帘,照片来自Flickr用户Hidetsugu Tonomura,依据创用CC BY-NC 2.0授权使用
32তবে আমি নিশ্চিত নই এই আচ্ছাদন কতটা কার্যকর হবে। তাপ প্রতিরোধী আচ্ছাদন।一,我在七月终于将灯泡换成LED灯,雨季结束后,气温不断上升,太阳愈来愈大,我决定使用隔热垫,但我还不确定是否有效。
33ছবি ওয়াইটিও-এর।
34সিসি বাই ২. ০ এখনো সন্দেহ রয়ে গেছে বিদ্যুৎ সঞ্চয়ের এই সমস্ত ছোট ছোট অভ্যাস আদৌও কোন পার্থক্য গড়ে দেবে কিনা।隔热垫照片来自Flickr用户YTO,依据创用CC BY 2.0授权使用
35@কোচশুকি নামের নাগরিক গোষ্ঠী গর্বিত যে তাদের প্রচেষ্টা সফল হয়েছে। আমি এখন কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছি, তার তালিকা পেয়ে গেছি!虽然有些人质疑,这些微小改变究竟能有多大效果,@coachsuki等人还是很自豪这些努力相当成功:
36এই মাসে আমি গত বছরের একই মাসের তুলনায় ৩১ শতাংশ কম বিদ্যুৎ খরচ করেছি। \(^o^)।我拿到用电报告了!
37সম্ভবত বিষয়টি এই বাস্তবতার উপর নির্ভর করছে যে আমি ঘরের বাতিগুলোকে বদলে দিয়েছিলাম, এছাড়াও এখন আমি বৈদ্যুতিক পাখা এবং “শীতল আচ্ছাদন” ব্যবহার করছি। কাজে আমি প্রকৃতপক্ষে বিদ্যুৎ বাঁচাতে সক্ষম হয়েছি।这个月用量比去年同期减少31%,可能是因为更换住家灯泡,我现在也使用电扇和“冰箱塑胶帘”,所以我真的有成功省电!