Sentence alignment for gv-ben-20100118-8818.xml (html) - gv-zhs-20100122-4510.xml (html)

#benzhs
1শ্রীলন্কার রাষ্ট্রপতি নির্বাচন: উত্তাপ ছড়িয়ে পড়েছে斯里兰卡:总统选举正热
2২৩ নভেম্বর,২০০৯-এ বর্তমান রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাক্ষে ঘোষণা দেন যে শ্রীলন্কার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ২৬ জানুয়ারি, ২০১০-এ অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি হিসেবে ২০১১ সালে তার প্রথম দফা মেয়াদ শেষ হবার আগেই তিনি এক নতুন নির্বাচন চান।2009年11月23日,斯里兰卡现任总统拉贾帕萨(Mahinda Rajapaksa)宣布,将于2010年1月26举行下届总统选举,分析师认为,总统希望趁着2009年击败国内游击队「坦米尔之虎」(Tamil Tigers),藉民意高涨在2011年任期届满前再获民众背书。
3কারণ তিনি ২০০৯ সালে তামিল টাইগারদের পরাজিত করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
4সময় থাকতে নির্বাচন দিয়ে তিনি তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান।
5রাজাপাক্ষের এই জনপ্রিয়তাকে প্রতিহত করার জন্য শ্রীলন্কার প্রধান বিরোধী দল (ইউএনপি) একটি সম্মিলিত জোট গঠন করেছে। এই জোটের লক্ষ্য, এক হয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা এবং সেই পদে তাদের মনোনীত প্রার্থী হয়েছেন প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান জেনারেল শরত ফনসেকা।面对执政优势,主要在野党已共组联盟参选,提名前军事将领方瑟卡(Sarath Fonseka)为候选人,他以领导歼灭「坦米尔之虎」行动而成名;虽然此次选举共有23名候选人,主要还是以上述两人为焦点。
6টাইগার অফ তামিল ইলম (এলটিটিই) বাহিনী এবং সশস্ত্র তামিল আন্দোলনকে পুরোপুরি পরাজিত করার পেছনে তার পরিকল্পনা প্রধান চালিকা শক্তি ছিল।
7যদিও নির্বাচনে রাষ্ট্রপতি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে, তবে মাহিন্দা রাজাপাক্ষে ও শরত ফনসেকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনের মূল মনোযোগের বিষয়।
8নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারণা তীব্র হচ্ছে এবং তার উত্তাপ শ্রীলন্কার ব্লগ জগৎে টের পাওয়া যাচ্ছে।选举日近,竞选活动也更加激烈,博客圈亦可感受到烟硝,许多博客各自表明支持对象,辩论与分析亦不断涌现。
9অনেক ব্লগার তাদের প্রার্থীর সমর্থনে লিখছেন এবং তারা যুক্তি এবং প্রতিপক্ষের যুক্তির পাল্টা যুক্তি প্রদান ও বিশ্লেষণ করে শক্তিশালী বিতর্কে লিপ্ত হচ্ছে।
10মাওবিমা শ্রীলন্কা মাহিন্দা রাজাপাক্ষের মেনিফোস্টো বা প্রচারপত্র সম্বন্ধে লিখেছেন:Mawbima Sri Lanka提到拉贾帕萨的政见:
11রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাক্ষে ১৪টি বিষয় যুক্ত করে এক অনুষ্ঠানসূচির কথা উল্লেখ করেন। এর শিরোনাম, ‘উজ্জ্বল ভবিষ্যৎ'।总统提出名为「闪亮未来」的14点政见,承诺让斯里兰卡成为亚洲及世界重镇,并努力为族群问题找到政治解答。
12এই প্রচারপত্রে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে যে, এশিয়া ও বিশ্বের মাঝে শ্রীলন্কাকে এক সম্ভাবনাময় জায়গায় নিয়ে যাওয়া হবে, এর মধ্যে থাকবে জাতিগত দ্বন্দ্বের এক রাজনৈতিক সমাধান।
13গ্রাউন্ডভিউজ চেষ্টা করেছেন শরত ফনসেকার মেনিফিস্টো বা প্রচারপত্রের বিস্তারিত প্রতিশ্রুতিকে দেখার, যেখানে তিনি একসাথে ভোটারদের সামনের দিকে তাকানোর এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণের আহ্বান জানিয়েছেন।
14গ্রাউন্ডভিউজের কুশল পেরেরা, শরত ফনসেকার প্রচারপত্র বিশ্লেষণ করার চেষ্টা করেছেন: এখানে তামিল জনগণের জন্য কোন প্রতিশ্রুতি নেই।Groundviews试图详细解析方瑟卡的政见,似乎是呼吁选民向前看,共同建立美好未来;Kusal Perera便研究他的政见:
15জেনারেল (অবসরপ্রাপ্ত) ফনসেকার প্রচারপত্র কেবল দক্ষিণের সিংহলীদের জন্য, প্রচারপত্রে তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতিতে ভরে রয়েছে ।[ …]
16এভাবে আমাদের এক বিকল্প প্রার্থীর কাছ থেকে ভিন্ন কিছু পাবার প্রত্যাশা খতম হয়ে গেল, যাকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে।
17তার কাছে নেই কোন উন্নয়ন পরিকল্পনা, নেই গণতন্ত্রের জন্য পরিকল্পনা এবং পুনর্গঠনের জন্য কোন কর্ম সূচি এবং এছাড়াও যথারীতি দুর্নীতি থামানোর কোন পরিকল্পনা তার নেই।
18উভয় প্রার্থীর কাছে এসব বিষয়ে কোন পরিকল্পনা নেই। দু'টি দলের কাছেই কিছু নেই, যে দল সরকারে আছে এবং যারা বিরোধী দলে আসীন।方瑟卡未提供坦米尔民众任何政见,故只能吸引南部的辛哈拉裔选民(Sinhala)。[ …]
19এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের কোন বিকল্প পছন্দ থাকল না, যাকে আমরা বেছে নিতে পারি এবং জানতে চাই না যে, আমরা একই ধরনের ভজঘট পাকানো ব্যক্তিদের ভোট দিতে যাচ্ছি।
20হয়তো এদের মধ্যে কেউ একজন সুন্দর পোশাকে ভালো জিনিস উপহার দিবে, কিন্তু অন্যদের বিশ্বাস করাতে চাই না যে, এটা কোন পরিবর্তন বয়ে আনবে।所以这位获政党提名的候选人没有国家发展计划、没有民主计划、没有和解计划,而且无论在政府内或政党中都涉及贪污。
21আমরা ব্লগারদের কাছ থেকে কিছু উত্তেজিত প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। লংকা রাইজিং দৃঢ়তার সাথে বলছেন যে শরত ফনসেকার নির্বাচনী মেনিফিস্টো বা প্রচারণা একগাদা ‘মিথ্যা' ছাড়া আর কিছুই নয়।故在这场总统选举里,我们没有其他候选人可选择,现任政府纵然经过包装及美化,但仍旧是一团混乱,却期望民众相信已有改变。
22অন্যদিকে বলা যায়, লংকা পলিটি মাহিন্দা রাজাপাক্ষের বিপক্ষে তীব্রভাবে প্রচারণায় জনতার সম্পত্তি এবং কর দাতাদের টাকার অপব্যবহারের অভিযোগ এনেছেন।
23শ্রীলন্কার নেটওয়ার্কের মধ্যে থাকা সকল মোবাইল ফোনের গ্রাহকের কাছে অবৈধ এসএমএস বা সংক্ষিপ্ত বার্তা পাঠানোর জন্য রাজাপাক্ষে সমালোচিত হয়েছেন।
24গ্রান্ডভিউজের সানাজানা হাটটোটুওয়া আন্তর্জাতিক প্রচার মাধ্যমের ওয়েব সাইটে মাহিন্দার বিজ্ঞাপনী প্রচারণা নিয়ে প্রশ্ন করেছেন এবং রাষ্ট্রপতির কাছে এক খোলা চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি প্রশ্ন করেছেন:
25কেন আপনার আনুষ্ঠানিক ওয়েব সাইট প্রচারণা সংক্রান্ত খরচের ব্যাপারে কোন তথ্য নেই? একজন ভোট দাতা হিসেবে আমি কি ভাবে নিশ্চিত হব যে, আপনি বিলাসিতায় এবং পুনরায় নির্বাচনী প্রচারণায় যে খরচ করছেন, তা জনতার টাকা নয়?博客也有许多反应,Lanka Rising指称方瑟卡的选举内容「只有谎言」;Lanka Polity指控拉贾帕萨在竞选期间滥用公资源与税金;拉贾帕萨亦遭批评发送未经同意的手机简讯至各电信公司用户;Sanjana Hattotuwa在Groundviews网站质疑拉贾帕萨在国际媒体网站上的广告,并上书总统一封公开信:
26গোয়িং গ্লোবাল এই প্রচারণার সারাংশে প্রতি নজর দিয়েছেন:为何您的官方竞选网站上,没有任何财务资讯?
27আত্মপ্রচারণা সাধারণত এখানে অবৈধ এবং বেশিরভাগ অর্থ প্রদান করা হয় দ্বৈত মানে সৃষ্টি করে।
28মাহিন্দার ক্ষেত্রে বলা যায়, তিনি এই শব্দটিকে নিয়ন্ত্রণ করছেন।我身为选民,该如何确定你的竞选阵营大批银弹攻势并非公帑?
29তিনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন এবং যুক্তি দিয়ে বলা যায়, আইনকে তিনি নিয়ন্ত্রণ করেন।Going Global分析竞选活动:
30তিনি এমন এক খেলার নিয়ম তৈরি করেছেন, যাতে ফনসেকা খেলার উপযুক্ত সামগ্রী পাবে না। যখন বিষয়টি প্রচারণার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন তা জঙ্গলের নিয়মে পরিণত হয়ে দাঁড়ায় এবং যোগ্যরাই টিকে থাকে এই প্রবাদটি সামনে চলে আসে।宣传内容大多违法,财源通常也很可疑,拉贾帕萨操纵游戏规则,他掌握政府、甚至是司法系统,这是场方瑟卡没有力量对抗的游戏,竞选活动就像丛林,唯有最适者生存,在这些情况下,谁会具有优势也显而易见。
31যখন খেলার শর্ত নির্ধারণ করা হয়, তখন এটা কোন বিস্ময়ের বিষয় বলে মনে হয় না যে, যার ক্ষমতা বেশি তিনি খেলায় বেশি সুবিধা নেন।
32শ্রীলন্কার উদারনৈতিক গণতান্ত্রিক ব্লগার লেফ্রয় বলেন:自由民主派博客Lefroy表示:
33প্রশ্ন করা যেতে পারে, কার নির্বাচনী প্রচারণা উত্তম? হুমম.谁的竞选广告比较好?
34বলা কঠিন। মাহিন্দা এই ক্ষেত্রে সামান্য এগিয়ে রয়েছে।实在很难说?
35কিন্তু শরত অনেক কম অর্থ ব্যয় করে, অনেক ভাল করছেন এবং তিনি এ ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করছেন না। গ্রান্ডভিউজের ডায়াপালা থিরানাগামা আলোচনা করছেন প্রচারণায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে:拉贾帕萨或许微幅领先,但方瑟卡经费较少,也无行政力量,故也算做得不错。
36মনে হচ্ছে নির্বাচন রাজনৈতিক শক্তিকে নতুন করে আকার দিচ্ছে, যা যুদ্ধের পূর্বে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছিল।
37একই সাথে তা এই শক্তির মাঝে পুরোনো সমস্যাকে আবার সামনে নিয়ে আসছে। এই নির্বাচন শ্রীলন্কাকে একটি বাঁকের মুখে এনে দাঁড় করিয়েছে।Dayapala Thiranagama在Groundviews网站研究哪位候选人抓住重点:
38এটা আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অভিযোগ, যারা টাইগারদের পরাজয়ের পর শান্তির বারতা বয়ে আনার সুযোগ লাভ করেছে।
39এই সকল কিছু ভোটারদের বেছে নেবার সুযোগ প্রদান করে, দু'টি দলের মধ্যে একটিকে, যার একটির রয়েছে গণতন্ত্র বিরোধী ইতিহাস এবং তার প্রতিদ্বন্দ্বী দলের রয়েছে দমনমূলক চরিত্র। একবারে বলা যায়, এটি আমাদের ক্ষণভঙ্গুর গণতন্ত্রের ভবিষ্যৎ ছাড়া আর কিছুই প্রদান করে না।这场选举似乎正在重塑内战时期的政治势力,也面对着旧政治问题,我们在这场选举看到,斯里兰卡正站在十字路口,在游击队溃败之后,斯里兰卡有机会获得和平,选民必须抉择要支持反民主历史,或是各政党相互竞争,这都攸关我国脆弱民主未来。
40লংকা পলিটি বলছেন যে, এই নির্বাচনে তামিলরা এক দ্বৈততার মধ্যে রয়েছে। দুজন প্রার্থীর মধ্যে যে কম খারাপ তারা তাকে বেছে নিতে বাধ্য হবে।Lanka Polity指出坦米尔裔民众现在面临两难,得在两害之中取其轻。
41দা এ্যাবিস আত্মবিশ্বাসের সাথে বলছেন যে, বিরাজমান অবস্থার কথা বিবেচনা না করা, ভোটের ক্ষেত্রে একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে:
42যদি উভয় প্রার্থী নীচু মানের হয়, তার মানে এই নয় যে, তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া ভুল সিদ্ধান্ত হতে পারে।
43বিবেচনা না করেই আপনি কাজটি করেন বা করেন না, কিন্তু আপনি ভিন্নতার সৃষ্টি করতে পারেন। আপনি যা জানেন, এটি তারচেয়ে বেশি।The Abyss强调无论情况如何,选票仍很重要:
44আপনি কোন প্রতিক্রিয়া প্রদান না করেই, প্রতিক্রিয়ার সৃষ্টি করছেন। কাউকে বেছে না নিয়ে, আপনি এক পছন্দ তৈরি করছেন।若两位候选人都有缺点,也不代表各位不该从中择一,无论你投票或不投票,各位带来的改变仍超过想像,不作为也是种作为,不选择也是种选择,不投票也是种投票。
45ভোট প্রদান না করে, আপনি কাউকে ভোট প্রদান করছেন। গ্রাউন্ড ভিউজের জেড ফারনান্ডো এই নির্বাচনে কিছু আশার বিষয় দেখছেন:Jude Fernando仍看到希望:
46ফনসেকা জিতুক বা না জিতুক, যদি আমরা নির্বাচনে তার ভোট বৃদ্ধির জন্য কাজ করি, তা হলে আমরা ভবিষ্যৎ-এ এক শক্তিশালী বিরোধী দল পাব এবং সফলভাবে গণতন্ত্রের জন্য জায়গা তৈরি করতে পারব। এর মধ্যে দিয়ে আমরা একদিন শাসকদলকে আরো জবাবদিহিতামূলক করতে পারব।无论方瑟卡能否胜出,若我们提高他的得票率,未来就有可能出现较强的在野力量,也能成功拓展民主空间,或许某天就能让执政 党负 责,能够施压让下次大选更加公平公正,这是我建议各位看待此次选举的方式,努力建立在野势力,纵然候选人并不理想,也能避免落入愤世愱俗和了无希望的情 绪。
47এটি করার মধ্যে দিয়ে আমরা শাসক দলকে পরবর্তী নির্বাচন আরো নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য চাপ দিতে করতে পারব।
48এভাবে আমরা এই নির্বাচনের প্রতি আমাদের মনোভাব প্রদান করতে পারি।校对:Soup
49বিরোধী দলকে ঠিকমতো গড়ার ক্ষেত্রে কাজ না করলে, এমনকি কম পছন্দের প্রার্থী নির্বাচিত করার মধ্য দিয়েও আমরা নৈরাজ্যবাদ এবং হতাশার কর্দমাক্ত পথ এড়াতে পারব।