# | ben | zhs |
---|
1 | আমেরিকা: সৈন্যের বাড়ি ফেরা ইউটিউব ভিডিওতে | 美国:军人返乡视频 |
2 | কারও কারও জন্যে কয়মাস বা কারও জন্যে কয়েক বছরের যুদ্ধক্ষেত্রে ডিউটি দেবার পরে একজন সৈন্য যখন ঘরে ফিরে আসে সে সময়কার আবেগ কিছুতেই ধরে রাখা যায় না। | |
3 | তবে গত কয়েক বছরে ইউটিউবে সেনাদের বাড়ি আসার অনেক ভিডিও পাওয়া যাচ্ছে। নিচের এই ভিডিওতে একজন মা কাঁদছেন যখন তার ছেলে আফঘানিস্তানে ৬ মাস ডিউটি করে বাড়ি ফিরে আসে। | 经过数月或数年的战役,士兵自海外返家的那一刻,情绪总是非常澎湃,过去几年来,军人返家视频陆陆续在YouTube网站上出现。 |
4 | তার মায়ের কথা অনুযায়ী তার ছেলে বড় হয়ে গেছে। মায়েদের চমকে দেয়া ছেলেদের কাজ, অবশ্যই কিছু সেনাদের জন্যে এটা খাটে। | 一位母亲见到在阿富汗服役六个月的儿子返家,忍不住落泪,还说儿子「长大了」。 |
5 | নীচের ভিডিওতে এই সেনা তার মায়ের জন্মদিনে সবচেয়ে চমৎকার উপহারটি নিয়ে আসে। আরেকজন সেনা তার ছেলেকে চমকে দেন তার স্কুলে গিয়ে। | 有些士兵觉得,回家一定要让母亲感到惊喜,这位军人在母亲生日当天,送给她最好的礼物。 |
6 | এই ভিডিওতে তেমন কথা নেই তবে “বাবা” শব্দটি অনেক দর্শকের জন্যই সবকিছু বলে দেয়। বাচ্চারাই একমাত্র নয় যারা দেখছে যে তাদের ভালবাসার মানুষেরা দেশের সেবা করতে দুরে যাচ্ছেন। | 另一位军人前往儿子的学校,出其不意地出现在他面前,视频里没有太多对话,但「爸爸」两字应该对多数观众已经足够。 |
7 | এই শেষ ভিডিওতে বাড়ি ফেরাটি ছিল মধুরের চেয়েও মধুর। এই সেনাটি তার কুকুরের কাছ থেকে খুব ভাল আদর পায়। | 不只是孩子想念那些报效国家的家人,在最后这段视频里,返乡画面更加甜蜜,宠物狗热情迎接回到家的军人。 |