# | ben | zhs |
---|
1 | ডেনমার্ক: অবশেষে প্রধানমন্ত্রীর নির্বাচনের ঘোষণা | 丹麦:国会大选终将举行 |
2 | শেষ পর্যন্ত আজ (২৬শে আগস্ট) ড্যানিশ প্রধানমন্ত্রী লারস লক রাসমুসেন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে ড্যানিশদের উৎকণ্ঠা থেকে মুক্তি দিয়েছেন। | |
3 | এই শুভ দিনটি হল সপ্তাহ তিনেক পরে, ১৫ সেপ্টেম্বর। এই ঘোষণা অনেকের কাছে স্বস্তির ব্যাপার ছিল। | 8月26日,丹麦总理拉斯穆森(Lars Løkke Rasmussen)终于公开表态,决定举办国会大选,将于三周后在9月15日投票。 |
4 | ইতোমধ্যে, গুজব ছড়িয়েছে যে, নির্বাচন সন্নিকটে, এমনকি, কিছু ড্যানিশ মাধ্যম ধারণাও করেছিল যে, গ্রীষ্মের ছুটির পূর্বেই নির্বাচন হতে পারে (ড্যানিশ সংসদ মধ্য জুন থেকে অক্টোবরের প্রথম মঙ্গলবার পর্যন্ত সরকারি ছুটিতে থাকে)। | |
5 | গত সপ্তাহে এই ঘোষণার আগে নির্বাচন দিনক্ষণ নিয়ে অস্থিরতা দেখা গিয়েছে এবং ড্যানিশ নাগরিকগণ অনলাইনে হাস্যকর মন্তব্যের মাধ্যমে মতামত দিয়েছে। আর কখনও নির্বাচন হবে না | 消息一出,许多人都放下心中一块大石,早在今年春天,坊间便有传言指称选举将至,丹麦部分媒体甚至预言,选举日将定在暑假之前(丹麦国会于6月中至10月第一个星期二休会);正式选举日期公布前一个礼拜,社会气氛相当不安,丹麦民众也在網絡上以幽默表达自己的想法。 |
6 | কয়েক সপ্তাহ আগে টাম্বলার (ব্লগ) পাতা ‘আর কখনও নির্বাচন হবে না!' | 永远、永远都没有选举 |
7 | (ড্যানিশ ভাষায়) চালু হয়েছে এবং এখন তা নির্বাচন না হওয়া সম্পর্কে ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন, ছবি ও কথায় পূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে জনপ্রিয় একটি অংশ হল প্রধানমন্ত্রীর নববর্ষের ভাষণের সম্পাদনা: “আমাদের অবশ্যই নির্বাচন হবে। | Tumblr网页“永远、永远都没有选举” 几个星期前成立,满是各种恶搞的广告、照片及录音,以讽刺语气声称选举永远不会举行,其中改编总理新年演说的段落颇受欢迎,总理以严肃语气说道:“我们必 须举办选举,这是宪法条文,但我向各位保证…绝对不会发生”。 |
8 | সংবিধানে এটি উল্লেখিত রয়েছে। কিন্তু আমি নিশ্চিত… তা কখনো হবে না,” প্রধানমন্ত্রী গম্ভীরভাবে বললেন। | 这个页面在Facebook网站已获得近3700个“赞”。 |
9 | এই টাম্বলার (ব্লগ) পাতা এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৩৭০০ ভক্ত পেয়েছে। | “选举按钮”网页截图 |
10 | নির্বাচন বোতামের স্ক্রীনশট | 现任政府于2001年上任,在上次2007年选举中争取三连任成功。 |
11 | ২০০১ সালে এই সরকার প্রথম এবং ২০০৭ সালে গত নির্বাচনে তৃতীয়বারের মত ক্ষমতায় আসে। | |