Sentence alignment for gv-ben-20080705-1033.xml (html) - gv-zhs-20080706-1179.xml (html)

#benzhs
1ল্যাটিন আমেরিকা বেটানকোর্ট আর অন্যান্য বন্দীদের মুক্তি উদযাপন করছে拉丁美洲同声庆祝贝当古获救
2সমগ্র ল্যাটিন আমেরিকা এলাকা কলম্বিয়ার লোকদের সাথে উদযাপন করেছে ভূতপূর্ব প্রেসিডেন্ট প্রার্থী ইংগ্রীড বেটানকোর্টসহ ১৪ জন বন্দীর মুক্তি সংবাদ।听闻哥伦比亚前总统候选人贝当古(Ingrid Betancourt)与14名人质获救后,整个拉丁美洲地区都齐声庆祝。
3সম্প্রতি ‘জাক' নামক অপারেশনে বেটানকোর্ট, ৩ জন আমেরিকান আর ১১ জন কলম্বিয়ার সেনাসহ মুক্তি পায়। সমগ্র ল্যাটিন আমেরিকার ব্লগাররা তাদের আনন্দ আর ব্যক্তিগত মতামতের কথা বলেছেন।在名为「Jaque」的援救行动中,贝当古、3名美国人与11名哥国军方人士脱离游击队手中,拉美多国博客都抒发兴奋之情,并写下个人感想。
4ইকুয়েডোর - ক্রোনিকা সেরো [ম্প্যানিশ ভাষায়] বেটানকোর্ট যে এটি প্রতীকে পরিণত হয়েছেন সে সম্পর্কে লিখেছেন:厄瓜多尔-Cronica Cero提到贝当古已成为指标性人物[西班牙文]:
5মুক্ত।自由。
6বড় অক্ষরে লেখা এই সংবাদটি (…) বেটানকোর্ট একজন আন্তজার্তিক প্রতীক হয়ে গেছেন।就是自由,(…)贝当古已成为全球人物,(…)我们翻开报纸得知她获救消息,我们与哥国人民团结一心,他们努力在冲突之前获得和平。
7সংবাদপত্র খুলে আমরা তার মুক্তির ব্যাপারটা জানতে পেরেছি, আমরা আমাদের কলম্বিয়ান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করছি, যারা সংঘাতের মুখোমুখি হওয়ার আগে শান্তির চেষ্টা করেছে। বেটানকোর্ট অপহরনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।贝当古是对抗绑架行动的象征,今日哥伦比亚人民醒来,世界已不同,我相信全世界的人若受此故事感动,也会有相同感受。
8আজকে কলম্বিয়ানরা অন্যভাবে জেগে উঠছে। আমার মনে হয় পৃথিবী যারা এই কাহিনীতে বিচলিত হয়েছিল তারাও তাই করছে।玻利维亚-Guccio's博客的Carlos Gustavo Machicado Salas回应贝当古获救后的发言[西班牙文]:
9বলিভিয়া- গুচিওস [ম্প্যানিশ ভাষায়] ব্লগের কারলোস গুস্তাভো মাচিকাদো সালাস মুক্তির পর বেটানকোর্টের বক্তব্যের ব্যাপারে মন্তব্য করেছেন: আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ইংগ্রিডের ভালোবাসা আর ক্ষমা করার বার্তা।对我而言,最重要的是贝当古传达爱与宽恕等信念,她为罹难者祈祷,为游击队祈祷,也表达出她的宽恕之意,经历这一切困难与痛苦之后,人们以为她的灵魂内满怀愤恨,可是她反而展现心灵平和,也依然深信上帝。
10সে মৃত আর গেরিলাদের জন্য প্রার্থণা করেছে আর তার সাথে তাদের ক্ষমা করেছে।这一切真的很美,让我们能反思对人生的看法。
11যে কষ্ট তাকে সহ্য করতে হয়েছে তার পর মনে হতে পারে যে তার মনে শুধু ঘৃণা আর বিতৃষ্না থাকবে, কিন্তু তা না হয়ে সে একটা আধ্যাত্মিক শান্তি আর ইশ্বরের সাথে সংযোগ দেখিয়েছে। এটা খুব সুন্দর একটা জিনিস যা আমাদের জীবন সম্পর্কে ভাবতে শেখাবে।阿根廷-Miscellaneous, Nonsensical and Unnecessary Ramblings博客的Marian B也特别提到贝当古的谈话[西班牙文]:
12আরজেন্টিনা - মিসেলিনিয়াস, নন্সেন্সিকাল এন্ড আননেসেসারি র‌্যাম্বলিং [ম্প্যানিশ ভাষায়] ব্লগের মারিয়ান বি বেটানকোর্টের বাণী তুলে ধরেছেন:我正在听贝当古在机场的谈话,很羡慕哥伦比亚人民,能够再次拥有像她这样伟大且优秀的政治人物,若她出面竞选总统且当选,将有益于哥伦比亚。
13বিমানবন্দরে তার ভাষণ আমি শুনছি আর কলম্বিয়ান্দের জন্য আমার হিংসা হচ্ছে যে তারা আবার তার মত এমন চমৎকার, অসাধারণ আর অবিশ্বাস্য রাজনীতিবিদের উপর নির্ভর করতে পারবে। কলম্বিয়ার জন্য লাভজনক হবে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে জিতে যান।危地马拉-Prensa Negra很高兴,因为邻国委内瑞拉总统查维兹(Hugo Chávez)与援救行动几乎毫无关系[西班牙文]:
14গুয়েতেমালা - প্রেন্সা নেগ্রা [ম্প্যানিশ ভাষায়] ব্লগ সন্তুষ্ট যে পার্শবর্তী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের এই উদ্ধারের ব্যাপারে খুব কম করার ছিল:贝当古绑架案肯定是哥伦比亚革命武装力量(FARC)游击队近年来,最受争议的一项行动, 最棒的是查维兹并未插手援救行动,因为若与他扯上关系,他一定会不断提到此事!
15বেটানকোর্টের উদ্ধার সাম্প্রতিক সময়ের মধ্যে ফার্ক এর অপহরণের মধ্যে সব থেকে বেশী বিতর্কিত।秘鲁-Menoscanas指出此事对FARC游击队可能的意涵[西班牙文]:
16আর সব থেকে ভালো হল যে এটা শাভেজ এর সাহায্য ছাড়া হয়েছে, কারন তার যদি এখানে কিছু করার থাকতো তাহলে আমাদের এই সংক্রান্ত অনেক বক্তৃতা শুনতে হতো!从这些获救人质的笑容证明,这肯定是对FARC一大重创,因为世人的目光都聚焦在哥伦比亚。
17পেরু - মেনোসস্কানাস ব্লগ [ম্প্যানিশ ভাষায়] লিখেছেন যে ফার্ক গেরিলা গ্রুপের জন্য এর মানে কি হতে পারে:贝当古事件众所周知,这些人质笑着与人拥抱,并与至亲重逢。
18ভূতপূর্ব বন্দীদের মুখের হাসি প্রমান করে যে এটা ফার্ক এর জন্য একটা বড় আঘাত যেহেতু সবাই এখন কলম্বিয়ার দিকে দৃষ্টি ফিরিয়েছে।这证明即使经过长久恶梦,我们仍能有苏醒的一天。
19ইংগ্রিড বেটানকোর্টের ঘটনা সব থেকে বেশি পরিচিত আর ভুতপূর্ব বন্দীদের হাসি আর তাদের প্রিয় জনের সাথে মিলন দেখিয়ে দেয় যে দীঘ দু:স্বপ্নের পর জেগে ওঠা যায়।Morena Escribe的Diana Zorrilla表示[西班牙文]:
20মোরেনা এস্ক্রাইবের ডায়না জরিল্লা লিখেছেন [ম্প্যানিশ ভাষায়] :她象征着FARC对哥伦比亚民众的荼毒,而她与14名人质获救,正是哥国重要的道德胜利。
21ফার্ক কলম্বিয়ার লোকের উপর যে নির্যাতন করেছে তার প্রতীক হয়ে দাড়িয়েছিলেন তিনি আর অন্য ১৪ জনের সাথে তার মুক্তি কলম্বিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্তিক বিজয়।巴拉圭-Derecho Viejo的Edwin Britez在去年12月便曾提及贝当古,最后她带着好消息回来散播至全国[西班牙文]:
22প্যারাগুয়ে - ডেরেকো ভিজো [ম্প্যানিশ ভাষায়] ব্লগের এডুইন ব্রিটেজ বেটানকোর্টকে নিয়ে ডিসেম্বরে লিখেছিলেন , আর ভালো সংবাদটা প্রকাশ হবার পরে মন্তব্য করেছেন: আমি সান্তনা পেয়েছি যে আজ অনেকে আসুনসিয়নের রাস্তায় বেরিয়েছে আর ইংগ্রিডের মুক্তির জন্য তাদের আনন্দ প্রকাশ করেছে গাড়ির হর্ণ বাজিয়ে।我很高兴得知,今天有很多人走上巴国首都亚松森(Asunción)街头,按汽车喇叭表达对贝当古获救的喜悦,其中许多人是女性,今日我们都在某种层面比过去更自由一些。
23তাদের মধ্যে অনেক মহিলা ছিল।缩图由Pixiduc提供
24আজকে আমরা সবাই কোন দিক থেকে আগের থেকে আর একটু বেশী স্বাধীন। থাম্বনেইল ছবি পিক্সিডক এর সৌজন্যে।校对:PipperL