Sentence alignment for gv-ben-20100127-9040.xml (html) - gv-zhs-20100129-4579.xml (html)

#benzhs
1সৌদি আরব: এইডস রোগীর চিকিৎসা প্রদানে এক ধাপ পিছিয়ে যাওয়া沙特阿拉伯:爱滋病治疗倒退
2সৌদি সরকার জানাচ্ছে ২০০৮ সালে সে দেশে এইডস রোগীর সংখ্যা ছিল ১৩,৯২৬ জন, যার মধ্য সৌদি নাগরিক ছিল ৩৫৩৮ জন।沙特阿拉伯政府公告,该国2008年爱滋病患人数为13926人,其中3538人为本国籍,据估计共有505名本国籍女性病患及769名外籍女性。
3এক হিসেবে জানা গেছে সে সময় ৫০৫ জন সৌদি মহিলা এবং ৭৬২ জন বিদেশী নারী এইডস রোগে আক্রান্ত ছিল। ওয়াফা এক সৌদী সংগঠনের কর্মশালায় অংশ নিয়েছে।爱滋病议题在沙特阿拉伯向来是禁忌,社会为了是否将病患视为罪犯争论不休,最近政府宣布将关闭Jeddah地区沙乌地国王医院的志愿诊所,该诊所向来提供爱滋病患医疗服务、谘询与隐私,消息一出,博客纷纷批评此举为一大退步。
4এই প্রতিষ্ঠান এইডস রোগীদের বিরুদ্ধে যে বৈষম্য তার বিরুদ্ধে লড়াই করছে। তিনি লিখেছেন:Wafa先前参加一个反爱滋歧视组织的工作坊,他写道:
5আমি জানি যে এখানে অনেক লোক এখনো ভাবে যে, এইডসে রোগে আক্রান্ত হওয়ার কারণ রোগী নিজে এবং যৌন সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে রোগী এই রোগে আক্রান্ত হয়েছে। খুব সামান্য কয়েকজন এইডস ও এইচআইভির পার্থক্য সম্বন্ধে জানে।我知道许多人仍认为感染爱滋病是个人的错,一定是因为性行为染病,很少人明白HIV与爱滋病之间的差异,许多爱滋病患仍引以为耻,也受外人鄙视,我们真的必须让大众更瞭解这项疾病,并停止歧视爱滋病患。
6এখানে প্রচুর এইডস রোগে আক্রান্ত ব্যক্তি লজ্জার মধ্যে বাস করে এবং লোকজন তাদের খারাপ চোখে দেখে।Wafa进一步说明社会如何不愿帮助爱滋病患,甚至宗教领袖因为对病因无知,使社会问题更严重:
7আমাদের উচিত এই রোগ সম্বন্ধে ভালোভাবে সবাইকে জানানো এবং এই রোগে আক্রান্তদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক আচরণ করা হয় তাকে থামানো। ওয়াফা আরো ব্যাখ্যা করেছে কি ভাবে পুরো সমাজ রোগীদের সাহায্য করাকে স্বাগত জানায় না, এমনকি ধর্মীয় নেতার এই সমস্যাকে বাড়িয়ে তুলে।问题普遍存在于整个社会,沙乌地第一个(也是唯一)爱滋病组织成立时,几乎人人都刻意视而不见,导致该组织经费困窘,社会害怕若承认该组织,等于是承认国内有爱滋病的第一步,因为多数人依旧相信只有性行为会传染爱滋病。
8কারণ, কি কারণে এই রোগ হয় তা তারা জানার চেষ্টা করে না: পুরো সমাজের মধ্যে সমস্যা ছড়িয়ে রয়েছে।宗教领袖亦批判该组织,指称该组织受西方文化影响,不仅接受非法性行为,还要求大众付钱解决后果。
9যখন সৌদি আরবের প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান এইডসের ক্ষেত্রে কাজ শুরু করে তখন প্রায় সকলেই তাকে উপেক্ষা করতে শুরু করে।
10এতে দেখা যায় তার আর্থিক খাত তৈরির কোন উৎস নেই। এ ধরনের ঘটনায় সমাজ শঙ্কিত বোধ করে।另一位沙国博客Sabria S.
11তারা মনে করে এই প্রতিষ্ঠানকে জানানো মানেই এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরা যে সৌদি আরবে এইডসের অস্তিত্ব রয়েছে। বেশীরভাগ ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে এই রোগের কারণ যৌন সম্পর্ক।Jawhar目前在英国攻读博士,她提及虽然时代变迁,爱滋病患最重要的原则不变,必须向朋友甚至亲人隐瞒染病事实,她也说明关闭这间医院的诊所后,对病患会衍生出哪些新问题:
12ধর্মীয় নেতারাও এই প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছেন। তারা বলছেন যে এই প্রতিষ্ঠান অনেকটা পশ্চিমা ধাঁচে কাজ করছে।现在政府计划要关闭这间诊所,该诊所服务的病患遍及全国,正当沙国与世界同样公平治疗爱滋病患,正当沙国建立器官移植政策,正当沙国以分割连体婴技术闻名,却又向后退了一步。
13তারা অবৈধ যৌন সম্পর্ককে গ্রহণ করছে এবং তার প্রভাবে যে রোগ সৃষ্টি হচ্ছে তার জন্য তারা টাকা চাইছে। অন্য আরেক সৌদি ব্লগার সাবরিয়া এস, জওহার।关闭这间诊所将危及病患隐私及能否持续治疗,也会提高传染机率,因为该医院医护人员先前与病患建立信任关系,病患现在得到其他院所与陌生人重新来过,这并不容易。[ …]
14তিনি যুক্তরাজ্যের আইপিএচডির (ইন্টারন্যাশনাল পার্টনারশীপ ফর হিউম্যান ডেভলাপমেন্টস) একজন ছাত্রী।病患转院还有另一个问题,其他医疗机构会如何对待他们?
15তিনি উল্লেখ করেন, যদিও সময় বদলে গেছে, কিন্তু এই রোগের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো একই থেকে গেছে।
16এই রোগে আক্রান্তরা তাদের বন্ধু, পরিচিত এমনকি পরিবারের সদস্যের কাছে এই রোগের কথা প্রকাশ করে না।是否会与其他非爱滋病患混居,或是拥有爱滋病房?
17ভদ্রমহিলা এর পর ব্যাখ্যা করেন রোগীরা এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে, এই সমস্যা তৈরি হচ্ছে জেদ্দার কিং সাউদ হাসপাতালের এই বিশেষ সেবা বন্ধ হয়ে যাওয়ায়:
18এখন এই সেবা বন্ধ করে দেবার সময় নির্ধারিত করে ফেলা হয়েছে এবং এইডস রোগীদের সারা সৌদি আরবে বিভিন্ন এলাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হবে।
19যখন মনে হচ্ছিল যে সৌদি আরব এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বাকি বিশ্বের সাথে সমতা এনে ফেলেছে প্রায়, যেমনটা তার অঙ্গ প্রতিস্থাপন নীতি রয়েছে এবং সে জোড়া লাগা জমজ শিশুকে আলাদা করার মত দক্ষতা অর্জন করেছে, কিন্তু এইডস রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে সে এ ক্ষেত্রে এক ধাপ পিছিয়ে যাচ্ছে।
20কিং সৌদ হাসপাতালের এইডস চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া রোগীদের ব্যক্তিজীবন এবং ধারাবাহিক চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রে এক হুমকি হয়ে দাঁড়াল।
21এছাড়াও এটি এই রোগ বিস্তার ঘটাতে সাহায্য করবে, কারণ এই ট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছিল কিং সৌদ হাসপাতালের ডাক্তার, সেবিকা, এবং হাসপাতালের সাহায্যকারী কর্মীরা।
22এটাকে এখন নতুন লোকদের দিয়ে নতুন করে তৈরি করতে হবে। এটা সহজ কোন কাজ নয়। […]隐私会受保障吗?
23রোগীদের স্থানান্তরও এক প্রশ্নের মুখে দাঁড় করবে যে, অন্য চিকিৎসা সেবা কেন্দ্র তাদের নিয়ে কি করবে।
24এই সব রোগীরা কি এইডস নেই এমন রোগীদের সাথে একটি দলে মিশে যাবে, নাকি তাদের বিশেষ কোন ওয়ার্ড বা বিভাগে তাদের চিকিৎসা করা হবে? তাদের ব্যক্তিগত গোপনীয়তা কি রক্ষা করা হবে?无论在各国都一样,爱滋病患需要特别治疗,以及高度隐私权,Sabria继续解释:
25এবং অন্য অনেক সমাজের মত, এইডস রোগীদের জন্য বিশেষ চিকিৎসার এবং উচ্চমাত্রার এক গোপনীয়তার প্রয়োজন রয়েছে, যেমনটা সাবরিয়া তার এই ধারাবিহক লেখায় ব্যাখ্যা করে চলেছেন:
26হাসপাতালের কর্মচারীদের সাথে রোগীদের যে আবেগীয় সম্পর্ক তৈরি হয়েছে তা বেশ শক্তিশালী। রোগী এবং কর্মচারীদের মধ্য বিশ্বাসের সম্পর্ক রয়েছে।医护人员之间的情感联系很强,医病之间亦维持信任关系,相较于许多西方爱滋病患毫不隐瞒病情,沙国病患坚持保密,否则会受到亲友议论,医病信任代表秘密不会外流。
27পশ্চিমা দেশে অনেক রোগী রয়েছে যাদের এই রোগ লুকাতে হয় না। সৌদি হাসপাতাল এই কাজটি করতে উৎসাহ প্রদান করে, কারণ এর মানে এতে তার পরিবার ও বন্ধুদের সম্বন্ধে বিচার করা যায়।一名爱滋病患最近提到沙乌地国王医院时表示:「我们就诊时,感觉受到像人的待遇,他们愿意聆听,但我绝不会把病情告诉其他人。」
28রোগী এবং হাসপাতালের কর্মচারীদের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক থাকার মানে, রোগীদের গোপনীয়তা নিরাপদে রয়েছে।现在秘密却可能曝光,因为病患都得转院治疗,如今要确保妥善治疗与爱滋防范变得不容易。
29কিং সৌদ হাসপাতালের এক এইডস রোগী সম্প্রতি বলেছেন: যখন আমরা সেখানে যাই তখন সেখানে আমাদের সাথে মানুষের মত আচরণ করা হয়: “আমি জানি লোকজন আমার কথা শুনবে, কিন্তু আমি তা আর কাউকে বলবো না।
30এই গোপনীয়তা এখন এক হুমকির মুখে পড়ে গেছে, কারণ এই সমস্ত রোগীদের এখন ভিন্ন এক জায়াগায় গিয়ে চিকিৎসা সেবা নিতে হবে।
31সঠিক চিকিৎসা সেবা লাভ এবং এইডস রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য প্রাক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন ঝুঁকির মুখে পড়ে গেল।
32ওয়াফার পোস্টে এনজি নাদের একটি মন্তব্য করেছে। এই সমস্ত রোগীদের প্রতি তিনি সহানুভূতি প্রদর্শন করেছেন এবং বলেছেন:Angie Nader在Wafa的文章后留言,觉得病患很可怜:
33এমনকি, যদিও সারাবিশ্বে এইডস নিয়ে এত কথা হচ্ছে.. কিন্তু এখনো এখানে…মানুষ হিসেবে আমাদের এই রোগ থামানোর জন্য যা করা উচিত আমরা তাই করবো।纵然全球许多人都在谈论爱滋病,问题仍在,我们要尽力遏止爱滋继续传染,而对于病患,我们必须尊重,让他们活得有尊严。
34এবং যারা এই রোগে ভুগছে তাদের.. যন্ত্রণা উপশমের জন্য যা করা দরকার তাই করবো।笔者亦附和这项言论,希望能有更好办法帮助这些病患。
35তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং তাদের মর্যাদার সাথে বাস করতে দেওয়া উচিত।校对:Soup
36এনজির সঙ্গে আমার কণ্ঠস্বর যোগ করছি, আমি বিস্মিত হব যদি এই সমস্ত রোগীদের জন্য কোন কিছু করা হয়…।