# | ben | zhs |
---|
1 | কঙ্গো ডে. | |
2 | রিপাবলিক: ভিরাঙ্গার গরিলা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৭শে জানুয়ারী ২০০৯, ডি. | 刚果:大猩猩数量渐增 |
3 | আর. কঙ্গোর ভিরাঙ্গা জাতীয় পার্ক কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছেন যে বিগত ১৮ মাসে (আগষ্ট ২০০৭ হতে জানুয়ারী ২০০৯) পার্কের মানুষের কাছাকাছি বসবাসকৃত পাহাড়ী গরিলার সংখ্যা ১২. | 刚果Virunga国家公园于2009年1月27日发表新闻稿,表示从2007年8月至2009年1月间,虽然园区内Mikeno地区发生激烈冲突,但山地大猩猩数量增加12. |
4 | ৫% বেড়ে গেছে, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ভিরাঙ্গার অভ্যন্তরের মিকেনো গরিলা সেক্টর যার চারপাশ জুড়ে ভয়ংকর মারামারি চলেছে। কঙ্গো ডে. | 5%,这个地区也是刚果境内唯一可见山地大猩猩之处。 |
5 | রিপাবলিকের মধ্যে মিকেনো সেক্টরটিই একমাত্র স্থান যেখানে পাহাড়ী গরিলা পাওয়া যায়। ওয়াইল্ড লাইফ ডিরেক্ট এর গরিলা প্রটেকশন ব্লগের পলা কাহুম্বু এই খবরে উল্লসিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিটি ব্লগ পোষ্টের মাধ্যমে প্রচার করেছে। | Paula Kahumbu很高兴地在WildlifeDirect的大猩猩保护部落格里公布此一消息,并转载新闻稿内容,其中指出2007年记录共有72只猩猩,至今年已增至81只,包括10只新生儿。 |
6 | বিজ্ঞপ্তি তে বলা হয়েছে বর্তমানে ৮১ টি গরিলা আছে অভ্যেস হওয়া দলে যার মধ্যে ১০টি নতুন বাচ্চা যুক্ত হয়ে ২০০৭ এর শুমারীতে উল্লেখিত ৭২ সংখ্যাটিকে বৃদ্ধি করেছে: | 新闻稿写道: |
7 | আগষ্ট ২০০৭ হতে এই জানুয়ারী ২০০৯ পর্যন্ত মোট ১৬ মাস, ১০টি শিশু গরিলা জন্ম নিয়েছে ৪টি হ্যাবিচুয়েটেড পরিবারে যেগুলো নাম- কাবিরিজি, মাপুওয়া, লুলেনগো এবং মাপুওয়া পরিবার; এবং দুটো মাদী পূর্ণ বয়সী গরিলা পূর্বেই অজানা ছিল (যারা নন হ্যাবিচুয়টেডে দলের) তারা ওএই সব হ্যাবিচুয়েটেড পরিবারের সাথে যোগ দিয়েছে। | 2007年8月至2009年1月这16个月间,4个大猩猩家族共有10只新生儿出世,再加上2只先前未有记录的成年母猩猩,2007年8月记录的三只猩猩则因无法找到,目前列入失踪名单。 |
8 | ইতিপূর্বে আগষ্ট ২০০৭ এর শুমারীতে আরও তিনটি গরিলা পাওয়া গিয়েছিল যাদের এখন পাওয়া না যাওয়ায় হারানোর তালিকায় ফেলানো হয়েছে। | 超过50位公园骑警在普查期间巡视128次,除了追踪已登录猩猩数量,他们估计还有120只未经登记的野生猩猩,显示在总面积250平方公里的Mikeno地区,现在共有211只山地大猩猩。 |
9 | ৫০টিরও বেশী পার্ক রেঞ্জার ১২৮টি বিচ্ছিন্ন দলের সাহায্যে শুমারীতে অংশ নেয় এবং হ্যাবিচুয়েটেড গরিলা গণনার বাইরে তারা আলাদা করে ১২০টি নন হ্যাবিচুয়েটেড গরিলারও তালিকা করে যা নির্দেশ করে যে ২৫০ বর্গকিলোমিটার মিকেনো সেক্টরে এখন গরিলার সংখ্যা দাঁড়িয়েছে ২১১ তে। | 全球大猩猩总数据估计为720只,当地能增加9只着实为一好消息,尤其科学家更指出,乌干达山地大猩猩数量可能减少一成。 |
10 | বিশ্ব পরিসংখ্যানে বন্য গরিলার সংখ্যা নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে ৭২০ এর মত এবং এই সেক্টরে প্রায় ৯টি নতুন গরিলার বৃদ্ধি একসাথে নিঃসন্দেহে একটি বিশাল খবর যেখানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে উগান্ডাতে পাহাড়ী গরিলা প্রায় ১০% হারে কমে যেতে পারে। | 各位可在大猩猩保护部落格阅读转载新闻稿全文。 |
11 | আপনি পুরো প্রেস বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন গরিলা প্রটেকশন ব্লগের খবরে। | 校对:Soup |