# | ben | zhs |
---|
1 | কোস্টারিকাঃ যে সার্কাস শিশুদের জীবন বাঁচায় | 哥斯大黎加:马戏团拯救了孩子的人生 |
2 | কোস্টারিকার দক্ষিণে পেরেজ জেলেডন শহর অবস্থিত, যেখানে ফানটাজটিকো সার্কাসের ভুমি যা ঐ এলাকায় শিশু ও তরুণদের আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে মাদকাসক্তি ও কষ্ট থেকে দূরে থাকার সুযোগ করে দেয়। | 在哥斯大黎加的南部小镇 Perez Zeledon 有一个名叫 Fantazztico 的马戏团,这个马戏团不仅帮助当地孩童及青少年远离毒品和是非,更敞开了一扇国际观光的大门。 |
3 | একটি তথ্যচিত্রে, নিউ লাইফ অ্যাসোসিয়েশন (Asociacion Vida Nueva) কর্তৃক এই ১২ বছরের কর্মশালার কথা প্রকাশ পেয়েছে। একটি সাক্ষাৎকারে, এক মা তরুণদের স্বেচ্ছাচারী মনোভাব, তারা লেখাপড়া বা কাজের সুযোগের অভাবে কিভাবে কষ্ট করে বা মাদকাসক্তিতে বেড়ে উঠে তা ব্যাখ্যা করেন। | 从以下这支纪录片,我们可以看到“新生活组织(Asociacion Vida Nueva)” 的 12 年计划专案正在逐渐萌芽茁壮。 |
4 | এই সার্কাসটি তাদেরকে দক্ষতা, শৃঙ্খলা শিক্ষা ও তাদের কর্মদক্ষতা অনুযায়ী দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। | 一位母亲在影片中指出,这些没有工作和就学机会的年轻人不受社会关照,最后只能自生自灭,不是卷入麻烦就是染上毒瘾。 |
5 | এটি হোজের গল্পের কথাও বলে, যে সার্কাস থেকে বের হয়ে গিয়েছিল, এবং অতি মাত্রায় মাদকাশক্তির ফলে প্রায় মরতে বসেছিল। | Fantazztico 马戏团让他们有习得一技之长的机会,此外,也能让他们学习融入团体、遵守纪律;在这里,他们能受到重视。 |
6 | তার কথা অনুযায়ী, সে সার্কাসে ফিরে গিয়েছিল যেখানে সে তার বেঁচে থাকার আশ্রয় বলে জানত, আর এখন সে চাপ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। | 影片中还提到 Josue 的故事,Josue 曾经离开马戏团,然后差点死于滥用毒品。 |
7 | সার্কো ফানটাজটিকো নতুন সংস্কৃতি ও জায়গা আবিষ্কারের সময় ইউরোপের অনেক জায়গায় ভ্রমণ ও তাদের অনুষ্ঠান ও কাজ দর্শকদের দেখানোর সুযোগ পেয়েছে। | 他说,后来再次回到马戏团是因为他知道在这里能找到支撑下去的力量。 现在,Josue 正努力学习如何处理同侪压力。 |
8 | কোস্টারিকার সুলা বাতসু কোঅপারেটিভ, যা তাদের সহযোগী ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, তাদের পরিচিতি ভিডিওটি ফেসবুকে মন্তব্য সহকারে প্রকাশ করেছেঃ | Fantazztico 马戏团也有机会出国到欧洲旅游,除了表演工作,团员也能藉此体验新文化、探索不同的国家。 |
9 | গত শুক্রবার ফানটাজটিক সার্কাস আমাদের এখানে ঘুরে গেছে, এই সামাজিক কর্মশালাটি সার্কাস প্রশিক্ষণের মাধ্যমে শিশু ও তরুণদের সামাজিক ঝুঁকির সময় আত্মরক্ষামূলক কৌশল শেখায়। | 此为合作机构和非政府组织提供训练和技术养成的 Sula Batsú Cooperative 在 Facebook 专页上分享宣传影片的连结及文字说明: |
10 | এই কর্মশালার উদ্দেশ্য হল একটি নিরাপদ স্থান তৈরি করা, যেখানে কঠিন সামাজিক সংকটের সময় ছেলেরা, মেয়েরা এবং তরুণরা সামাজিক দক্ষতার পাশাপাশি শারীরিক দক্ষতা শিখতে পারে… | 上周五 Fantazztic 马戏团来拜访我们,这项社会计划透过马戏团训练,让孩童及青少年远离在成长过程中可能接触到的社会风险。 计划目的是希望能提供一个安全的去处给这些面临社交困境的孩子和年轻人,让他们在学习体育运动之余还可以培养社交技巧。 |
11 | এই সার্কাসটি জাতীয় পর্যায়েও সমাদৃতঃ নিচের ভিডিওটি কোস্টারিকার রাজধানী সান জোসে জাতীয় স্টেডিয়ামে ১০,০০০ দর্শকের সামনে তাদের প্রদর্শনী দেখিয়েছে। | Fantazztic 马戏团在哥斯大黎加也很受欢迎,以下是马戏团在首都圣荷西(San Jose)的国家体育场表演的影片,当天现场观众将近一万人。 |
12 | এই প্রদর্শনীতে ছিল দড়ি, ফেব্রিকের উপর ঘোরা, নিচে পড়া এবং মেঝের ব্যায়াম ও পিরামিডের মত শারীরিক কসরত। | 表演内容包括各式特技如在绳子或布条上扭转、翻滚,还有地板特技及金字塔等等。 |