Sentence alignment for gv-ben-20100816-12376.xml (html) - gv-zhs-20100731-5769.xml (html)

#benzhs
1ভারত: নাগাল্যান্ডে কোরিয়ার সংস্কৃতির জোয়ার印度:韩风吹进那加兰邦
2কুতুর গ্রামে ইমচুঙ্গার নাগা মেয়ে। ছবি ফ্লিকার ব্যবহারকারী রেটলো স্নেলাক এর সৌজন্যে।Kutur村的Yimchunger Naga女子,图片来自Flickr用户Retlaw Snellac,依据创用CC授权使用
3সিসি বাই-এসএ নাগাল্যান্ড উত্তরপূর্ব ভারতে বার্মার বর্ডার ঘেঁষা রাজ্য।那加兰邦是印度东北的一个邦,邻接缅甸。
4নাগাল্যান্ডের জনসংখ্যা প্রায় ২০ লাখ, মূলত উপজাতি আর বেশীরভাগ খ্রিষ্টান।此地将近两百万的人口分属几个不同的部族,其中绝大多数是基督徒。
5কিছু নাগা ভারত থেকে নিজেকে অসংযুক্ত মনে করেন- ‘জাতিগতভাবে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে', আর নাগার মানুষের 'বিশেষ বৈশিষ্ট্য' ধরে রাখার জন্য সংগ্রাম করছেন মূল ধারার ভারতীয় প্রভাব থেকে।有些那加人(Nagas)觉得自己无论「在种族、历史、文化与政治等方面」与印度毫无关联,抗拒主流印度文化的影响并保护那加人的「独特认同」。
6তারপরেও আর একটি সংস্কৃতি নাগাল্যান্ডে সম্প্রতি প্রভাব ফেলছে- সেটা কোরিয়ার।尽管如此,最近几年有个新的文化正带来改变,那就是韩国。
7‘কোরিয়ার ঢেউ' এই বিশেষণটি বিশ্বব্যাপী কোরিয়ার সংস্কৃতির জনপ্রিয়তা তুলে ধরে, বিশেষ করে এশিয়া ব্যাপী। তবে ভারতের উত্তরপূর্ব এলাকা যেমন মণিপুরে এটি লক্ষণীয় ব্যাপারে পরিণত হয়েছে।所谓「韩流」(Korean Wave)指的是韩国文化席卷全世界的现象,亚洲尤其明显。
8রেঞ্চানো হামসো কমিউনিটি মিডিয়া প্রচেষ্টা ইন্ডিয়াআনহার্ডে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে নাগাল্যান্ডে বাড়তে থাকা কোরিয়ার সংস্কৃতির প্রভাব নিয়ে উদ্বেগের ব্যাপারটি তুলে ধরা হয়েছে।而在印度东北曼尼普尔邦(Manipur)等地,这已经成为值得注意的现象。
9তিনি লিখেছেন: নাগাল্যান্ডে কোরিয়ার সংস্কৃতির বন্যা বয়ে যাচ্ছে।社区自发媒体IndiaUnheard的Renchano Humtsoe制作了一支影片,报导韩国文化在那加兰邦日益深化的影响。
10ভারত আর কোরিয়ার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি কোরিয়ার পণ্য বিনিময়ের সুযোগ তৈরি করে দেয় আর নাগাল্যান্ডে তার প্রবেশ সহজ করে দেয়।她写道:
11এর সাথে নাগারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভারতীয় সরকার দ্বারা উপেক্ষিত বোধ করেন।韩国文化正大举席卷那加兰。
12বিশেষ করে নাগা তরুণদের ক্ষেত্রে এটি হয়।印韩两国签订的贸易协定加速韩国商品的交换,并轻易地引入那加兰邦。
13অনেকে বিশ্বাস করেন ভারতের কেন্দ্রের সাথে পরিচিতির এই অভাব নাগাদের কোরিয়ার সংস্কৃতির দিকে আকৃষ্ট করে।此外,那加人长久以来总觉得被印 度中央政府所忽视,在年轻一代身上尤其明显。
14[..] নাগা তরুণরা এখন বেশি পরিমাণে কোরিয়ার সংস্কৃতিকে গ্রহণ করছে। কোরিয়ার টেলিভিশন চ্যানেল, প্রোগ্রাম, চলচ্চিত্র আর পোশাক নাগার তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয়।许多人相信因为那加人对印度中央缺乏认同感,才会欣然接受韩国文化 […] 现在那加年轻人开始学习韩国文化,韩国电视频道、节目、电影与服装在此地大受欢迎。
15কোরিয়ার কিছু কোম্পানি নাগাল্যান্ডে বিনিয়োগের সুযোগ খুঁজছে।韩国公司也着手调查在那加兰邦投资的可行性。
16নাগাল্যান্ড রাজ্য সরকারও কোরিয়ার সংস্কৃতিকে আপন করার জন্য পদক্ষেপ নিয়েছে: এরা বার্ষিক ভারতীয়-কোরিয়ান সাংস্কৃতিক উৎসব পালন করে।那加兰邦政府更设法投入韩 国文化的怀抱,订立了每年一度的印韩文化节。
17তবে কোরিয়ার সংস্কৃতির এই জোয়ার নাগা সংস্কৃতিকেও ক্ষতিগ্রস্ত করেছে।然而,韩国文化潮流却威胁了传统那加人的习惯。
18প্রথাগতভাবে নাগা সংস্কৃতি স্বতন্ত্র।[…] 传统那加文化是独一无二的。
19নাগাল্যান্ড ১৬টা উপজাতি নিয়ে গঠিত। প্রত্যেক উপজাতির নির্দিষ্ট ভাষা আছে আর নিজেদের সমৃদ্ধ সাংস্কৃতিক নাচ, গান, উৎসব আর উদযাপনের অন্যান্য বিষয় আছে।那加兰由十六个部族所组成,各部族都有独特的语言与深厚的文化传统,例如舞蹈、歌曲、节庆与形象。
20তরুণ নাগাদের উপরে কোরিয়ার সংস্কৃতির শক্তিশালি প্রভাব নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ ঐতিহ্য আর পরিচিতি রক্ষার প্রচেষ্টা আরো কঠিন করবে।韩国文化对那加年轻人的强烈 吸引力,让维护那加兰重要的传统与认同变得难上加难。
21গ্রাউন্ডরিপোর্ট এ লিখতে গিয়ে ভিডিও ভলান্টিয়ার্স (যে প্রতিষ্ঠান ইন্ডিয়াআনহার্ড প্রতিষ্ঠা করেছে) এর যোগাযোগ পরিচালক স্টেলা পল রেঞ্চানোর ভিডিও সম্পর্কে বলছেন:Video Volunteers(创立IndiaUnheard的组织)的通讯总监Stella Paul在GroundReport聊到Renchano的影片:
22এই রাজ্যের সবচেয়ে বেশী জনপ্রিয় টিভি চ্যানেল হচ্ছে কোরিয়ান আরিরাং টিভি। ডিভিডি আর সিডির দোকানগুলো কোরিয়ান ছবি দিয়ে ভর্তি, নাপিতের দোকানে জনপ্রিয় চুল কাটার ফ্যাশন হচ্ছে কোরিয়ান অভিনেতা-অভিনেত্রীদের হালের ফ্যাশন, কোরিয়ার জনপ্রিয় পোশাকগুলোর আদলে পোশাক নাগাল্যান্ডে বিক্রি হচ্ছে, এই রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে “কোরিয়ার গানের” প্রতিযোগিতা হচ্ছে, খেলার আয়োজন গুলোতে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, তা হচ্ছে “কোরিয়ান রেসলিং”।在这里最受欢迎频道的是韩国「阿里郎」电视台(Arirang TV),DVD和CD店里全是韩货,发廊里最夯的是韩国男女明星招摇展示的发型,商店贩卖韩国最新时尚,在这里文化活动会有「韩国歌曲比赛」,就连体育赛事也来了个「韩式摔角」。
23সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী প্রভাষক ওতোজিত ক্ষেত্রিমাইয়ুম, নিঙ্গোম্বাম ভিক্টোরিয়া চানুর সাথে বিশ্লেষণাত্মক একটি লেখা লিখেছেন কোরিয়ার স্যাটেলাইট চানেল, চলচ্চিত্র আর সঙ্গীতের মাধ্যমে পার্শ্ববর্তী মনিপুর শহরে কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতির মিশে যাওয়া নিয়ে:锡金大学(Sikkim University)社会系助理教授Otojit Kshetrimayum与Ningombam Victoria Chanu,两人合力撰写了一份深入的分析,讨论韩国流行文化如何透过韩国卫星频道、音乐与电影而传播进入邻近的曼尼普尔邦:
24অন্য দেশের কেবল টেলিভিশনের প্রোগ্রাম দেখান ভিন্ন সমাজে সংস্কৃতি বিস্তারে ভূমিকা রেখেছে।有线电视网络的引进,在文化传播入不同社会这件事上面发挥了重要的作用。[
25[..] কোরিয়ার স্যাটেলাইট চ্যানেল আরিরাং মণিপুরে কোরিয়ার ঢেউ এর পথিকৃত।…] 韩国阿里郎频道可说是最早进入曼尼普尔邦的韩流代表。
26এর জনপ্রিয়তা শুরু হয়েছে হিন্দি স্যাটেলাইট চ্যানেল নিষিদ্ধ হওয়ার পরে, যা মণিপুরবাসীর প্রিয় চ্যানেল ছিল।早先在此地最受欢迎的印地语(Hindi)卫星频道被禁播,可说是韩国频道开始风行的主要原因。
27এরপর তারা অন্য চ্যানেল খোঁজা শুরু করে, যা তাদের পূর্ণ বিনোদন দিতে পারে।因为 当时他们得寻找一个能提供健全娱乐的替代频道。
28ওতোজিত হিন্দি চ্যানেল নিষিদ্ধ হওয়া নিয়ে লিখেছেন:Otojit谈到印地语频道禁播事件:
29মণিপুরের গোপন বিপ্লবী সংস্থা ২০০০ সালে কেবলমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় টেলিভিশন চ্যানেল ডিডিটিভি ছাড়া হিন্দি চলচ্চিত্র আর হিন্দি টেলিভিশন চ্যানেলগুলো নিষিদ্ধ করে।2000年起,除了全国频道DDTV为政府所控制,所有印地语电影与电视频道都被曼尼普尔邦一个地下革命组织所禁播。
30আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সাংস্কৃতিক নৈকট্য তত্ত্ব। এটি ধারণা দেয় যে সাংস্কৃতিকভাবে কাছাকাছি দেশের মিডিয়া প্রযোজনাগুলো সাংস্কৃতিকভাবে দুরে থাকা দেশে থেকে সহজে বেশী গৃহিত হয়।还有一个关键因素是文化接近性理论(cultural proximity theory),此论点假设相较于文化差距较大的国家,来自相似文化国家制造的媒体产品往往能够取得较高的接受度。
31ওতোজিত অনুসারে, উত্তর ভারতের উপজাতিগুলোর অনেক সাংস্কৃতিক উপাদান কোরিয়ানদের সাথে মেলে।根据Otojit的说法,印度北部部族与韩国共享取多文化要素。
32কোরিয়ার বিষয় নিয়ে ব্লগ দ্যা মারমোটস হোলে রবার্ট কোহলার রেঞ্চানোর রিপোর্ট দেখেছেন আর লিখেছেন:Robert Koehle在分析韩国议题的博客《土拨鼠的洞》上分享他看完Renchano影片的心得,他写道:
33কোনভাবে, আমি মনে করি না [টিভি উপস্থাপক] লিসা কেলি কখনো ভেবেছিলেন কোরিয়ার সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের চেহারা হিসাবে ইউটিউবে তার চেহারা প্রচার হবে।不知怎地,我想(阿里郎电台主持人)丽莎‧凯莉(Lisa Kelley)一定没料到自己会在YouTube的影片上被视为大韩文化帝国主义的代表。
34তিনি যোগ করেছেন:他补充:
35অবশ্যই যখন [নাগারা] তৈরি হয় পুরোপুরি কোরিয়ানদের মত হয়ে যাবে, তারা আরিরাং টিভি ছেড়ে অন্য চ্যানেল দেখবে (মার্কিন সিরিজ) এনসিআইএস আর সিএসাই:মায়ামি দেখার জন্যে।当然,当那加人准备好变成「道地的」韩国人时,肯定会丢下阿里郎电台转而收看《重返犯罪现场》(NCIS)或《CSI犯罪现场:迈阿密》(CSI: Miami)。
36এই পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, পিভিরাই বলেছেন:Pvrhye回应这篇文章:
37যখনি আমি মানুষকে শুনি সংস্কৃতি ‘ধরে' রাখার কথা বলতে সংস্কৃতির লোকদের ইচ্ছাকৃত আচরণের মাধ্যমে, আমার কাছে মনে হয় সেটা বাইরের লোককে দেখাতে শান্ত গ্রামের লোকেরা যেমন সেজে গুঁজে থাকতে পছন্দ করেন তেমন।每次我看到有人自告奋勇地帮某个群体「维护」该地的文化,我就有种感觉,好像这些外人希望古色古香的小村民为他们粉墨扮装。
38যদি এই বাচ্চারা পছন্দ না করে তাদের দাদিরা যেভাবে সেজেছিল তেমন সাজতে, সেটা প্রায় সব স্থানের বাস্তবতা।年轻 人不想做老祖母打扮,这情况在哪都一样。
39যদি আপনি আপনার সংস্কৃতি রক্ষা করতে চান, চিন্তা করেন যে কি আসলে তা তুলে ধরে আর সেটাকে আধুনিক করার পথ খুঁজে বের করেন।要维护自身的文化,就得思考定义这个文化的关键因素为何,然后想办法让它变得更摩登现代。
40এর বিকল্প হচ্ছে যারা আধুনিকায়ন করে তাদের দ্বারা চাপা পড়া।要不然就等着被动手做的 人给压倒推翻。
41আর একজন মন্তব্যকারী, এবিসিডিইএফজি, দেখেছেন কোরিয়ার সংস্কৃতি কেন জনপ্রিয়:另一个评论人abcdefg则分析韩国文化受欢迎的原因:
42কোরিয়া পপ সংস্কৃতির বিবিমপপ এর মতো।韩国就像流行文化的拌饭(bibimbap)。
43এখানে কিছুটা জাপানি, কিছুটা আমেরিকান, কিছুটা শহুরে জিনিষ, কিছুটা ৯০ এর দশকের র‍্যাপ, কিছুটা কোরিয়ার মশলা এখানে, কিছুটা পূর্ব এশিয়ার বস্তু ওখানে এভাবে গুলিয়ে দিন।在这里看出一点日本味,那里嗅出一些美国味;有些郊区风,有些九零年代饶舌风;在这里有些韩国作料,那里又有些东亚时代风。
44কোরিয়ার পপ সঙ্গীত অনেকগুলো জেনেটিক সংমিশ্রণে তৈরি, আর এই পর্যায়ে এডমিক্সচারের মত এটা নিজের পরিচিতি পেয়েছে; এর বিষয়গুলো স্বতন্ত্র না কিন্তু সব মিলিয়ে এর নিজের আলাদা স্বাদ আছে।韩国流行文化承袭了许多不同的 灵感来源,而这样的融合到目前为止也已经取得自我的认同;构成韩国时尚的元素都不特别,但加在一起就是别有风味。
45কোরিয়ান কেপপ সংস্কৃতি অন্যান্য এশিয়ানদের আকর্ষণ করে কেন?韩国流行文化比 其他亚洲国家的更容易引人注意的原因?
46কারণ এটা সহজ সাধারণ।因为韩国时尚最基本。
47যেসব সামাজিক মূল্যবোধ কেপপ বের করে তা বস্তুবাদী, অগভীর আর যৌনতা বিষয়ক।韩国流行文化所拥护的社会价值是物质主义与性感。
48যখন কোন পণ্য এমন সব জিনিষ নিয়ে তৈরি, সেটা পরিপূর্ণ হয়ে থাকে।当一项产品只诉求这些基本的元素,这产品就很 容易令人满足。
49আর বলা যায় যে কেপপ জনপ্রিয় কারণ এটা আধুনিক আমেরিকান সংস্কৃতির সাথে সব থেকে বেশী খাপ খায় আর এই কারনে এটা তাদের সাথে মেলে যারা আমেরিকা আর হলিউড সংস্কৃতি দেখে অভ্যস্ত।你也可以说韩国流行文化受到欢迎因为它与美国文化最相近,而这对那些深受美国与好莱坞影响的人便显得十分突出。 这么说来,我们真的需要认真关切韩国对那加文化造成的影响吗?
50তাহলে নাগা সংস্কৃতিতে কোরিয়ার প্রভাব নিয়ে চিন্তার কিছু কি আছে?这是「全球化」不可避免之恶?
51এই ধরনের প্রভাব কি ‘বিশ্বায়নের' অংশ?还是一时半刻的流行风潮?
52নাকি এটা ক্ষণিক কোন বিষয় যা সময়ের সাথে ঠিক হয়ে যাবে?你怎么看?
53আপনি কি মনে করেন?校对:Portnoy