# | ben | zhs |
---|
1 | কলম্বিয়া: জাতীয় পুলিশ বাহিনী তাদের কাজ ইউটিউবে তুলে ধরছে কলম্বিয়ার পুলিশ বাহিনী একটি নতুন পরিকল্পনা তৈরী করেছে। | 哥伦比亚:警方设立网络影片频道 |
2 | সেখানে তারা কিভাবে নিজেদের ভেতরে কাজ করে, তার কিছু উদাহরণ ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে। তারা যে সমস্ত নতুন প্রযুক্তি প্রয়োগ করছে সেগুলো এই সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে। | 哥伦比亚警方已成立YouTube频道,上传各种相关影片,包括警方采用的新科技、民众感谢警方片段、新安全宣导活动、执法过程等。 |
3 | নাগরিকদের সাহায্য করার জন্য তাদের পুলিশকে ধন্যবাদ জানানো, পুলিশের নতুন প্রচারণা ও যখন তারা অভিযানে থাকে সেই সময়কার গোলাগুলির দৃশ্য এই সমস্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে। নীচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিদেশী পুলিশকে ধন্যবাদ দিচ্ছে। | 以下影片中,一名外籍人士感谢警方,因为他在美德因(Medellin)市区遭抢劫时,警方立刻提供援助: |
4 | যখন মেডেলিনের শহরতলীতে তার জিনিষপত্র ছিনতাই হচ্ছিল, ঠিক তখনই সময়মতো পুলিশ এসে হাজির হয়। | 下一段影片则是哥伦比亚警方唯一女性狙击手的访谈内容: |
5 | এর পরের ভিডিওতে রয়েছে কলম্বিয়ার একমাত্র মহিলা স্নাইপার (লক্ষ্যভেদী বন্দুক চালক) এর সাক্ষাৎকার: | 甚至还有这个片段,哥国在国际间获奖无数的歌手Juanes为员警表演以表达谢意: |
6 | এমনকি তাদের কাছে সেই দৃশ্য রয়েছে, যেখানে কলম্বিয়ার আর্ন্তজাতিক পুরস্কার পাওয়া গায়ক জুয়ানেস পুলিশ সদস্যসের উৎসর্গ করে গাওয়া গান, ‘এ কাপ্পেলা' গাওয়ার আগে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে। | |
7 | শেষ এই ভিডিওটিতে মেডেলিন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট ব্যাংকের সম্মেলন অনুষ্ঠানের সময় যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বর্ণনা রয়েছে। | 最后这则影片里,报导警方在国际发展银行会议于美德因召开期间的各项安全措施,直升机飞越上空协助地面勤务,影片中鸟瞰市区内各大地标: |
8 | সে সময় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে শহরের উপরে হেলিকাপ্টার উড়ছিল যাতে শহরটির অনেক পরিচিত চেনা এলাকাকে উপর থেকে দেখা যায় । | 校对:dreamf |