# | ben | zhs |
---|
1 | উত্তর কোরিয়া: মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে, এমনকি কিশোরদের মাঝেও | 朝鲜:毒品泛滥,青少年亦沦陷 |
2 | উত্তর কোরিয়ার বাসিন্দা এবং সেখান থেকে পালিয়ে আসা ব্যক্তিদের বক্তব্যে জানা যাচ্ছে যে, উত্তর কোরিয়ায় মাদক ছড়িয়ে পড়ছে। | |
3 | একেবারে সম্প্রতি পাওয়া সংবাদে জানা যাচ্ছে, মাদক দ্রব্য কিশোরদের মধ্যে এক জনপ্রিয় উপহার হিসেবে ব্যবহার হচ্ছে এবং এমনকি সাধারণ মধ্যবিত্ত নাগরিকরা, প্রায়শ এর শিকার হচ্ছে। | |
4 | উত্তর কোরিয়ার শাসক কিমের নীতি, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাদক পাচার কর। | |
5 | কিন্তু এই ঘটনাটি এখন দেশটিতে পাল্টা আঘাত হেনেছে এবং ইতোমধ্যে দেশটির জনস্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি করছে। আফিম তৈরিতে ব্যবহৃত পপি ফুলের ছবি। | 朝鲜内部人士与叛逃人员都证实,使用药物情况在社会上很普遍,近期报导指出,青少年时常将毒品当礼物,甚至一般中产阶级亦常滥用毒品,朝鲜政府藉走私毒品赚取外来收入,却在国内造成后遗症,令大众健康情况进一步恶化。 |
6 | ছবি আলফেসগাসপারের, ক্রিয়েটিভ কমন্স ৩. ০ অনুসারে ব্যবহার করা হয়েছে। | 罂粟花照片来自Alvesgaspar,依据创用CC授权使用 |
7 | ব্লগার푸른깃발(:নীল পতাকা) প্রচার মাধ্যমের একটি শাখায় কাজ করে, সে লিখেছে (কোরিয় ভাষায়) কি ভাবে নিষ্পাপ কিশোররা মাদকের শিকার হচ্ছে। শিশুরাও এর বাইরে নয়। | 儿童亦不例外,他们称罂粟是“白风铃草”、“药用香菸”、“赚外币的草药”,政府动员孩童播种、照料及收成罂粟,因为成人比较可 能偷窃,孩童年纪愈小,偷东西机率愈低。 |
8 | তারা পপি গাছকে (পপি ফুল থেকে আফিম এবং হিরোইন জাতীয় মাদক দ্রব্য তৈরি হয়) “হোয়াইট বেলফ্লাওয়ার:” (বৈজ্ঞানিক নাম প্লাটিকোডান গ্রান্ডিফ্লোরাস) “ওষুধি সিগারেট” অথবা “বৈদেশিক মুদ্রা অর্জনের চারা” বলে অভিহিত করে। | |
9 | শাসকেরা পপি গাছের বীজ বোনা, সেটির চাষ করা এবং পপি সংগ্রহ করার জন্য শিশুদের জড়ো করে। | 孩子常拔下花蕾及吃种籽当零食,人们则常用生罂粟当急救药品,溶在水里喝下。 |
10 | তারা শিশুদের এই কাজে ব্যবহার করতে পছন্দ করে, কারণ বয়স্করা প্রায়শ পপি চুরি করা বলে তারা মনে করে। | 孩子接触罂粟的时间愈久,就愈容易染 上毒瘾。 |
11 | একটি শিশুর বয়স যত কম হবে, ততই তার চুরি করার সম্ভাবনা কমে যাবে। এই সব শিশুরা প্রায়শই ফোঁটা ফুল ছিড়ে ফেলে এবং নাস্তা হিসেবে পপি বীজ খায়। | 他引述记者Ju Sung-ha的看法,这位记者自朝鲜叛逃后,目前在韩国保守派媒体《东亚日报》工作,这位记者也经营Nambuk Story博客,颇受欢迎,约有百万人订阅,其中详细描述朝鲜社会样貌: |
12 | লোকজন অপরিশোধিত আফিম জরুরী চিকিৎসায় ওষুধ হিসবে ব্যবহার করে থাকে এবং তারা প্রায়শ পানিতে মিশিয়ে এই আফিম পান করে। যখন একটি শিশু দ্রুত এই মাদকের সাথে পরিচিত হয়ে উঠ, ততই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। | 为了佯装罂粟只是寻常草药,政府称之为“白风铃草”,遍植在最肥沃的土地上,[…]七月时,年轻学生要负责淬取未经稀释的罂 粟溶液,有些人在过程中会因气味恶心而昏厥,医护人员随时在罂粟田旁待命;淬取溶液后,如谷粒一般大的残渣就弃置在现场,孩童常把散发著坚果味道的种籽当 点心吃,因此上瘾。 |
13 | ব্লগার, জু সুং হা-এর বর্ণনা তুলে ধরছে। জু সং হা, উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে। | 朝鲜军方本应管控毒品走私,但据信却是滥用毒品最普遍的单位,韩国博客NK Inside张贴影片,记录朝鲜军方违法从事大麻交易: |
14 | সে দক্ষিণ কোরিয়ায় এক সাংবাদিকে পরিণত হয়। | 朝鲜军方还能有多贪腐? |
15 | ডোঙ্গা ইলবো নামক দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল প্রচার মাধ্যমে সে এখন কাজ করছে। | |
16 | জু এখন নাম্বুক স্টোরি [কোরিয় ভাষায়] (서울에서 쓰는 평양 이야기, এই ব্লগের পুরো নাম পিয়ংইয়ং-এর ঘটনা যা সিউলে রচিত) নামক একটি ব্লগ পরিচালনা করে। | |
17 | এটি একটি বিখ্যাত ব্লগ, যার পাঠক সংখ্যা প্রায় ১ মিলিয়ন (১০ লক্ষ)। এই ব্লগ উত্তর কোরিয় সমাজের বিস্তারিত বর্ণনা প্রদান করে। | 外界早已清楚,非法毒品贸易在边界地区相当猖獗,但朝鲜军方的情况更夸张,令人震惊,我听说在中国能轻易取得朝鲜制毒品,由于毒品交易、伪钞流通及人口贩运是支撑朝鲜政权的支柱,朝鲜社会将继续堕落。 |
18 | এই গাছটি যাতে কেউ চিনতে না পারে (যেন এটা এক সাধারণ গাছ), তার জন্য পপি চারাকে তারা “হোয়াইট বেলফ্লাওয়ার” নামে ডাকে এবং সবচেয়ে উর্বর জমিতে এর চারা লাগায়। | |
19 | জুলাই মাসে তরুণ ছাত্রদের শুকনা আফিম আলাদা করার আহ্বান জানানো হয় এবং এদের মধ্যে কয়েকজন গন্ধের কারণে একে আলাদা করতে সক্ষম হয়। | |
20 | প্যারামেডিক বা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা পপি ক্ষেতের কাছেই ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। | |
21 | পপির উপাদানকে আলাদা করার পর, এর ফলকে আলাদা করা হয়, বাদামের মত গন্ধযুক্ত এক ধরনের হলুদ বীজ সহ, যেগুলোর আকার অনেকটা বজরার মত। | |
22 | এই পপি বীজ শিশুদের মাঝে হালকা নাস্তা হিসেবে জনপ্রিয় এবং এর কারণে অনেক শিশু আফিমে আসক্ত হয়ে পড়ছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে মনে করা হয়েছিল যে তারা মাদক পাচার নিয়ন্ত্রণ করবে। | The Daily NK是设于韩国的網絡媒体,由许多朝鲜叛逃人士经营,因为揭露朝鲜社会黑暗面,常遭朝鲜政府威胁,这篇文章标题相当耸动:“毒品:朝鲜青少年最热门生日礼物”, 文中指出,过去毒品只有富人能负担,后来已慢慢渗透到中产阶级,学生会用笔或印着前领导人金日成肖像的5000元钞票吸食,有些年轻女孩甚至以性爱换毒 品。 |
23 | কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে, তারাই সবচেয়ে বড় মাদক পাচারকারী। এনকে ইনসাইড, দক্ষিণ কোরিয়ার একটি ব্লগ, যে ব্লগ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। | 文中另提到,纵然政府派出稽查小组,情况亦未改善,内部人士表示,“因为这些孩子都是政府高层或富人的子女,稽查人员很难严格执法”。 |
24 | এই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা অবৈধভাবে পপি বা মাদক বিক্রি করছে। | |
25 | উত্তর কোরিয়ার সামরিক বাহিনী কি আরো দূর্নীতি পরায়ণ হয়ে উঠবে? | |
26 | ইতোমধ্যে সবাই জেনে গেছে যে, সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচারের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিজেই ব্যাপকভাবে মাদক পাচার করছে। | Radio Free Asia报导内容也相似,引述一名劳工说法,指称工作负担沉重,政府征召民众在寒冬气候工作,所有同事身上都带着毒品,也拜毒品效果之赐,让他们能“快跑拉雪橇约12公里”,这种可怕消息亦获朝鲜叛逃人士证实,一名逃出来的年轻男孩抵达韩国后,据信立刻送进勒戒中心。 |
27 | বিস্ময়কর বিষয়। আমি শুনেছি যে, চীনে খুব সহজেই উত্তর কোরিয়ার তৈরি মাদক দ্রব্য পাওয়া যায়। | North Korea Intellectuals Solidarity是由叛逃人士运作的韩国智库,亦公布来自朝鲜的非法毒品交易影片(第247号文章,影片暂时无法收看)。 |
28 | মাদক পাচার, নকল টাকা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচার, বিশেষ এই তিনটি বিষয়ের উপর কিম-জং ইলের শাসন টিকে আছে। | |
29 | উত্তর কোরিয় সমাজের কপালে সামনে আরো দুর্ভোগ রয়েছে। দি ডেইলে এনকে, সিউল ভিত্তিক এক অনলাইন পত্রিকা। | Citrain64分析毒品贸易增加之因,提到富人过去购买毒品,是为炫耀财富,但现在一般民众是迫于无奈吸食毒品。 |
30 | উত্তর কোরিয়া থেকে পালিয়ে যারা দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে, তারাই এই পত্রিকাটি চালায়। উত্তর কোরিয় সমাজের অন্ধকার দিক তুলে ধরার কারনে, তারা প্রায়শ উত্তর কোরিয় শাসকের ব্লাকমেইল-এর শিকার হয়। | […]朝鲜政府带头制造及走私毒品,[…]有些售至国外,有些留在国内,最近逃出来的民众甚至提到,“在朝鲜,取得毒品 比止痛药简单”,[…]药品严重短缺,富人与中产阶级都常使用毒品,[…]民众最常见的病症为冻疮,因为别无药品,人们求助毒品冶疗冻疮;为治疗 肺炎及消化系统发炎,民众把罂粟花放入水中煮开饮用,也吃煮过的罂粟叶。 |
31 | এক সংবেদনশীল সংবাদের শিরোনাম হচ্ছে [কোরিয় ভাষায়] “ উত্তর কোরিয়ার কিশোরদের জন্য জন্মদিনের সবচেয়ে জনপ্রিয় উপহার হচ্ছে মাদক দ্রব্য। | |
32 | এই সংবাদে দাবি করা হয়েছে যে যে মাদক কেবল ধনী শ্রেণী কিনতে পারে, সেই মাদক এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে। | |
33 | এই সংবাদ অনুসারে ছাত্ররা একটি কলম বা ৫,০০০ উন (উত্তর কোরিয়ার মুদ্রা) নোটের মাধ্যমে এই মাদক গ্রহণ করে। | |
34 | ৫,০০০ উন-এর মধ্যে কিম ইল সঙ-এর ছবি আঁকা রয়েছে। অনেক তরুণী আরো মাদক গ্রহণের নেশায়, দেহ বিনিময়ে করছে। | 他还提到,政府未宣导毒品有多危险,也导致状况恶化,这些报导引述朝鲜叛逃人士与内部人士说法,但外界并不认为内容完全可靠,因为许多人常会夸大其词,不过既然许多人都提到滥用毒品现象,显示此非空穴来风。 |
35 | এমনকি উত্তর কোরিয় সরকার এই ধরনের ঘটনা বন্ধে বিশেষ বাহিনী গঠন করতে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত তারা এই ধরনের ঘটনা রোধে সফল হয়নি। | 美国传统基金会报告写道,2002年1月,日本政府在一艘朝鲜船只上,拦截150公斤的脱氧麻黄硷(methamphetamine,比安非他命毒性更强);同年7月,台湾政府查获9名男子携带79公斤的海洛因。 |
36 | উত্তর কোরিয়ার ভেতরে যারা বাস করে তারা বলছে যে, যেহেতু মাদক ব্যবহারকারীরা শাসক দল ওর্য়াকার্স ইউনিয়নের উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান, অথবা তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান, যার ফলে মাদক নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। | |
37 | রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) একই ধরনের এক সংবাদ প্রদান করেছে [কোরিয় ভাষায়], একজন শ্রমিকের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে, যেহেতু এখানে কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হয় এবং লোকজনকে বাধ্য হয়ে প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করে, ফলে তার দলে যে সব শ্রমিক রয়েছে, তারা সকলেই মাদক গ্রহণ করে। | |
38 | এবং মাদকের প্রভাবকে ধন্যবাদ, কারণ এর জন্যই তারা বরফের মধ্যে প্রচণ্ড ঠাণ্ডায় প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত স্লেজ নামক গাড়ি টেনে নিয়ে যেতে পারে। | |
39 | উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নাগরিক এই বিস্ময়কর তথ্য আংশিক ভাবে নিশ্চিত করেছে । | |
40 | সফলভাবে দক্ষিণ কোরিয়া পালিয়ে আশ্রয় গ্রহণ করার ঠিক পরে উত্তর কোরিয়ার এক তরুণকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হয়। | |
41 | পালিয়ে আসা উত্তর কোরীয়দের দ্বারা পরিচালিত এক বুদ্ধিবৃত্তিক সাইটের নাম “উত্তর কোরীয় বুদ্ধিবৃত্তিক একতা” (নর্থ কোরিয়া ইনটেলেকচুয়াল সলিডারিটি)। | |
42 | এই ব্লগ উত্তর কোরিয়ার এক নাগরিকের তোলা একই ধরনের অবৈধ মাদক বাণিজ্যের ভিডিও পোস্ট করেছে [কোরীয় ভাষায়]. | |
43 | [এটি ২৪৭ নম্বর পোস্ট, সম্প্রতি এই ভিডিওটিকে আর সেখানে দেখা যাচ্ছে না] | |
44 | মাদক দ্রব্যের প্রভাব এভাবে ছড়িয়ে পড়ার কারণ বিশ্লেষণ করে ব্লগার সিটারেন৬৪ একটি লেখা পোস্ট করেছে। | |
45 | ব্লগার লিখেছে যে, ধনী ব্যক্তিরা একসময় মাদক ব্যবহার করতে এটা দেখাতে যে তাদের ধনসম্পদ কতখানি। | |
46 | এখন সাধারণ মানুষেরা মাদক দ্রব্য কিনছে, তারা তা কিনছে কোন প্রয়োজন ছাড়াই। | |
47 | […]উত্তর কোরিয় সরকার মাদক দ্রব্য তৈরি এবং তা পাচারের ক্ষেত্রে নিজেই প্রধান ভূমিকা পালন করছে । | |
48 | […]এই সব মাদক দ্রব্যের কিছু দেশের বাইরে এবং কিছু পরিমাণ উত্তর কোরিয়ার ভেতরেই বিক্রি হয়। | |
49 | সম্প্রতি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকজন বলছে যে, উত্তর কোরিয়ায় এখন এসপিরিন নামক ওষুধের চেয়ে সহজে মাদক দ্রব্য পাওয়া যায়। | |
50 | […]এখন সেখানে প্রয়োজনীয় ওষুধ দুষ্প্রাপ্য হয়ে যাবার ফলে, এখন কেবল ধনীরাই নয়, মধ্যবিত্ত শ্রেণীর লোকজন নিয়মিত মাদক ব্যবহার করছে। | |
51 | […] উত্তর কোরিয়ার নাগরিকদের মধ্যে যে রোগ সবচেয়ে বেশী দেখা দেয় তার নাম ফ্রস্টবাইট (প্রচণ্ড শীতে চামড়া বা অন্য কোষের ক্ষতি হওয়া,)। | |
52 | লোকজন ফ্রস্টবাইট থেকে রক্ষা পাবার জন্য মাদক দ্রব্য ব্যবহার করে, কারণ সেখানে এর প্রতিকারের জন্য যথযাথ কোন ওষুধ নেই। | |
53 | এছাড়াও যক্ষা এবং হজম সমস্যার কারণে তৈরি হওয়া অগ্নিমন্দাতেও তারা মাদক দ্রব্যকে ওষুধ হিসেবে ব্যবহার করে। | |
54 | এক্ষেত্রে তারা গরম পানিতে পপি ফুল মিশিয়ে, সেই পানি পান করে এবং তারা পপি গাছের পাতা সিদ্ধ করে খায়। | |
55 | ব্লগার এর সাথে যোগ করেছেন, মাদক গ্রহণের ভয়াবহ দিক নিয়ে কোন প্রচারণা না থাকার কারণে, বিষটি আরো খারাপ এক পরিস্থিতির সৃষ্টি করছে। | |
56 | তবে অন্য কাহিনীতে জানা যাচ্ছে যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা সে দেশের ভেতরে বাস করা নাগরিকরা যে সব সংবাদ প্রদান করছে, তা বিশ্বাসযোগ্য নয়। | |
57 | কিন্তু সবাই যখন একই কথা বলছে, তখন একে আর নিছক বানানো কাহিনী বলে মনে হচ্ছে না। | |
58 | ২০০২ সালের জানুয়ারী মাসে জাপানি কর্মকর্তারা উত্তর কোরিয়ার এক জাহাজ থেকে ১৫০ কিলোগ্রাম মেথামফেটামিন নামক মাদক দ্রব্য জব্দ করে, এবং একই বছরে জুলাই মাসে তাইওয়ান সরকার উত্তর কোরিয়ার ৯ জন নাগরিককে আটক করে, যারা ৭৩ কিলোগ্রাম হিরোইন বহন করছিল। | |
59 | হেরিটেজ ফাউন্ডেশন এই সব সংবাদ প্রদান করেছে। | 校对:Soup |