# | ben | zhs |
---|
1 | ইকুয়েডরঃ রাষ্ট্রপতি কোড়িয়া ইউরোপ ভ্রমণে সমালোচনা শিকার | 厄瓜多尔:总统出访欧洲遭批评 |
2 | ১৯শে জানুয়ারী ২০০৮ তারিখে ভ্রমণের সময়ে গুয়ায়েকুইলের জনতার মিছিলে কোড়িয়া চার্লি পেরেজ তুলেছেন আলোকচিত্রটি, ক্রিয়েটিভ কমনস লাইসেন্স-এর আওতায় ব্যবহৃত। | |
3 | গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম যে ইকুয়েডরান রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়াকে স্পেনে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে যা স্পেনের রাজার সাথে তার ভিন্ন ধরণের সম্পর্ক প্রমান করে। | |
4 | এক্ষেত্রে তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজের পদাঙ্ক আবশ্যিকভাবে অনুসরণ করেন নি। | 2008年1月19日,厄瓜多尔瓜亚基尔地区民众围绕着总统柯雷亚(Rafael Correa),照片由Charlie Perez所摄,依据创用CC授权 |
5 | কিন্তু এর পরেও কোড়িয়া সমবেত জনতার বিরূপ সমালোচনা মুখে পড়েন - দৃশ্যতঃ অভিবাসী সম্প্রদায়ের দাবীর প্রতি উদাসীনতা প্রদর্শন ও কলম্বিয়া বিরোধী অবস্থানের জন্য। | |
6 | স্পেনের হাউস অফ দি আমেরিকাস-এ ১৫০০ জনতার এক সভার ঠিক পরে সংগঠিত এক অপ্রীতিকর ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে। | |
7 | জনসম্মুখে একজন ইকুয়েডোরান অভিবাসী কোড়িয়াকে সমালোচনা করেন এই বলে যে রাষ্ট্রপতি অভিবাসী সম্প্রদায়ের দাবীদাওয়ার দিকে কোন মনযোগ দিচ্ছেন না। | |
8 | বেরিয়ে যাবার সময় রাষ্ট্রপতি লোকটিকে বলেন, “আপনার মত গাধার কারণেই সমস্ত ইকুয়েডোরান সম্প্রদায়ের বদনাম হয়”। এই অপেশাদারী আচরণ ইকুয়েডোরান প্রচারমাধ্যম ও ব্লগার থেকে শুরু করে সংসদেও সমালোচনার ঝর তোলে। | 先前全球之声的短讯报导,厄瓜多尔总统柯雷亚在西班牙受到热情欢迎,并证明与西班牙国王交情匪浅,且厄瓜多尔不一定得事事遵循委内瑞拉总统查维兹(Hugo Chavez),但由于柯雷亚未响应当地厄国移民社群的要求,以及他说出的反哥伦比亚言论,也遭到众多群众批评。 |
9 | মোরোনা সাটিয়াগো রাজ্যের সংসদ সদস্য ডাইয়োনিসিও ক্যানডো (স্পেনিসে) ইকুয়েডোরের একজন সুপরিচিত সাংবাদিক কার্লোস ভেরার একটা নিবন্ধ তুলে ধরেছেন যেখানে কার্লোস প্রশ্নে তুলেছেন অভিবাসীদের অপমানের দায়ে কোড়িয়াকে কে কারারুদ্ধ করবেঃ | |
10 | La gran mayoría del país resiste todo menos la humillación. El ecuatoriano nunca dejará de ser digno. | 其中一项事件有录像存证,当时他在西班牙「美洲之家」与1500人聚会结束,一名厄瓜多尔移民当众批评柯雷亚不重视移民社群诉求,柯雷亚离场时丢下一句:「就是有你这种白痴,才损害整个厄瓜多尔社群形象。」 |
11 | Ya verán cómo el indigno gesto de un Primer Mandatario es el primer hito en la reversión de un totalitarismo al cual Ecuador no quiere estar sujeto. El déspota lo sabe. | 此种不庄重言行引来厄瓜多尔媒体、博客与制宪会议成员的炮轰,来自莫罗讷-圣地亚哥省的制宪会议成员Dionicio Cando[西班牙文],引述厄国知名记者Carlos Vera的文章,文中要求将柯雷亚因污辱移民关进大牢: |
12 | Por eso lo desespera “un idiota”. | |
13 | Terminó de caérsele la careta. দেশের বেশীরভাগ মানুষ অপমান ছাড়া আর সবকিছুই সহ্য করতে পারে। | 绝大多数民众就是不能接受污辱,厄瓜多尔人绝不会放弃自尊,总统失礼言行便是厄瓜多尔极权主义的第一步,人民绝不乐见此事发生,暴君都明白这个道理,因此「一个白痴」便让他无法忍受,拆穿他的面具。 |
14 | ইকুয়াডোরানরা কখনই তার আত্মাভিমানকে ভুলে যাবে না। টোটালিটারিয়ানিজমের পথে পহেলা পদক্ষেপ হিসাবে রাষ্ট্রপতির এই অশোভন অঙ্গভঙ্গি দেখুন যা ইকুয়েডোর কখনই নিজেদের হতে দিতে চায় না। | 瓜亚基尔的博客La Alharaca表示,柯雷亚出访西班牙、比利时与法国期间,确曾触及移民议题,并强调移民并非罪恶,不过也因为一名哥伦比亚学生批评柯雷亚的反哥国立场[西班牙文],使这个问题浮上台面。 |
15 | স্বেচ্ছাচারী শাসনকর্তা এসব বেশ ভালভাবে জানেন। সেজন্য “একজন গাধা”র জন্য তিনি বেপরোয়া হয়ে ওঠেন। | Cambiemos Ecuador的Alan Anazco[西班牙文]张贴影片,并认为柯雷亚该向哥国总统乌里贝(Álvaro Uribe)学习,而不是只想批评他人。 |
16 | তার মুখোশ স্রেফ খুলে গেছে। গুয়ায়েকুইলের একটা ব্লগ লা আলহারাকা (স্প্যানিশে) লিখেছে যে মাদ্রিদ, ব্রাসেলস এবং ফ্রান্স ভ্রমণের সময় কোড়িয়া অভিবাসন প্রসঙ্গটি তুলেছিলেন এবং বলেছিলেন যে অভিবাসন অপরাধ হিসাবে পরিগন্য হবে না। | 国家各项经济指标令人忧心,但柯雷亚不仅未鼓舞社会、寻找投资者,只会不断发牢骚,与乌里贝正好完全相反,乌里贝除了接受比尔盖兹(Bill Gates)的提议(取自http://el-federalista.blogspot.com The Federalist博客),并前往欧洲招商。 |
17 | পরবর্তীতে কলম্বিয়া প্রসঙ্গটি এসেছে যখন সেদেশের একজন ছাত্র কোড়িয়ার কলম্বিয়া বিরোধী অবস্থানকে সমালোচনা করেন (স্প্যানিসে)। | 幼稚与低俗的厄国总统,面对海外厄国侨民,只想得出「就是有你这种白痴」的话,实在可悲,谁有什么正面的建议吗? |
18 | ক্যাম্বিয়ামস ইকুয়েডরের (স্প্যানিসে) এলেক্স আনাজকো ভিডিও তুলে ধরেছেন এবং মনে করেন যে অন্যদের নাম না ডেকে কোড়িয়া কলাম্বিয়ার উরাইবের নিকট থেকে শিক্ষা গ্রহণ করবেন। | |
19 | Mientras el país presenta cada vez más índices económicos preocupantes, el Ec. Correa en lugar de alentar y buscar inversiones, cruzó el charco para gruńir, lo contrario de su homólogo Uribe, que a más de recibir propuestas de Bill Gates [tomado de El Federalista] fue a Europa por más inversiones. Pero el muchachito de presidente que tenemos, chabacano y sabroso como él solo, no se lo ocurre mejor cosa que decir ¡Por idiotas como tú! ante la inquietud de un ecuatoriano en el extranjero… que lástima. | 此事和其它议题都影响柯雷亚的民意支持率,「厄瓜多尔原住民议会」(CONAIE)已离开执政联盟,开始反对柯雷亚「各种右翼新自由主义经济政策及种族主义社会政策」,此外,哥伦比亚FARC游击队领袖Raúl Reyes在边界冲突中身亡,他的笔记型计算机内却发现柯雷亚与该组织往来,柯雷亚则表示,若能证明厄国政府确实支持左派游击队FARC,他就辞职下台。 |
20 | ¿Alguna constructiva sugerencia? … | YouTube网站上有总统与厄国侨民事件影片。 |
21 | যখন দেশটির অর্থনীতির সূচক ক্রমবর্ধিতহারে সমস্যাগ্রস্থ সেসময় কোড়িয়া বিনিয়োগে উৎসাহ প্রদান না করে কিংবা নতুন বিনিয়োগ না খুঁজে অসন্তোষ উৎপন্ন করছেন। | |
22 | অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী উরাইব বিল গেটসের (দ্যা ফেডারেলিস্ট সূত্র মতে) বিনিয়োগ প্রস্তাব প্রাপ্তির সাথে সাথে ইউরোপে গিয়েছেন আরো বেশী বিনিয়োগ আকর্ষণের জন্যে। | |
23 | অথচ আমাদের শিশুতোষ ও অভদ্র রাষ্ট্রপতি “আপনার মত ইডিয়টের কারণে' ছাড়া আর ভাল কিছু বলতে পারেন না বহিঃবিশ্বে ইকুয়েডোরানদের ….. | |
24 | কি দুঃখজনক। কারো কাছে কি কোন গঠন মূলক পরামর্শ আছে? | 校对:nairobi |
25 | কোড়িয়ার জনপ্রিয়তা হারাবার অনেক বিষয়ের মধ্যে এটা একটা মাত্র। | |
26 | দি কনফেডারেশন অব ইনডিজিনিয়াস ন্যাশনালিটিস অব ইকুয়েডর (সিওএনএআইই) কোড়িয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার “অব্যাহত ডানপন্থী নিউলিবারেল অর্থনৈতিক ও বর্ণবাদী সামাজিক নীতিমালার” জন্য। | |
27 | এছাড়া ল্যাপটপ আবিষ্কার করেছে সীমান্ত গোলযোগে নিহত ফার্ক গেরিলা নেতা রাউল রিইসের উপস্থিতি এবং কোড়িয়া ও ঐ গ্রুপের সাথে যোগসূত্রতা। | |
28 | অবশ্য কোড়িয়া পদত্যাগের কথা বলেছেন যদি প্রমান করা যায় সরকার বামপন্থী ফার্ককে পৃষ্ঠপোষকতা করেছে। | |
29 | রাষ্ট্রপতি ও ইকুয়েডোরান অভিবাসীর মধ্যে সংগঠিত অপ্রীতিকর ঘটনাটি দেখুন ইউটিউব ভিডিওতে। | |