# | ben | zhs |
---|
1 | নতুন বিল ডিআরসিতে আমেরিকার খনি কোম্পানিগুলোর উপর নজরদারী বাড়াবে | 美国:推动新法监督在刚果采矿企业 |
2 | কঙ্গোলিজ ব্লগার এলেক্স এঙ্গোয়েটে আমেরিকার সিনেটের একটা নতুন বিলের কথা বলেছেন যা সরকারের নজরদারী সেইসব আমেরিকান কোম্পানিগুলোর প্রতি বাড়াবে যারা গনপ্রজাতান্ত্রিক কঙ্গোতে খনির কাজে নিয়োজিত। | 刚果博客Alex Engwete提到,美国参议院提出新法案,希望政府进一步监督美国在刚果民主共和国从事矿业的企业。 |
3 | ২৩শে এপ্রিল সিনেটর রাশ ফিঙ্গোল্ড আর ডিক ডারবিনের সাথে রিপাবলিকান সিনেটর স্যাম ব্রাউনব্যাক উপস্থাপিত করেন কঙ্গো কনফ্লিক্ট মিনারেল অ্যাক্ট ২০০৯ যার ফলে আমেরিকার কোম্পানি যারা কোল্টান, ক্যাসিটেরি আর উলফ্রামাইট খনিজ উত্তোলন করেন তাদেরকে বার্ষিক সিকিউরিটি আর এক্সচেঞ্জ কমিশনে (যা আমেরিকার অর্থ বাজার নিয়ন্ত্রণ করে) রিপোর্ট করতে হবে। | 共和党籍参议员Sam Brownback于4月23日提出「2009刚果冲突矿业法」,并获得Russ Feingold及Dick Durbin两位参议员背书,要求开采钶钽铁矿、锡石及钨锰铁矿的美国企业,必须每年向监管美国金融市场的证券交易委员会回报,「揭露公司销售矿产的原产地,若矿物来自刚果民主共和国或邻近国家,企业同样得揭露原产地」。 |
4 | এই রিপোর্ট সিকিউরিটি আর এক্সচেঞ্জ কমিশনকে জানাবে কোন দেশে খনিজগুলোর উৎপত্তি। | 据Brownback参议员网站的新闻稿指出,该法案「要求美国支持国际多边工作,对天然资源开采产业进行调查与监督,阻止相关利益助长刚果东部非法武装团体及人权侵害情况」。 |
5 | যদি খনিজগুলো ডিআরসি বা আশেপাশের দেশ থেকে হয়, তাহলে কোম্পানিগুলোকে খনির কথাও জানাতে হবে। | Engwete期望这项措施能带来实际改变: |
6 | সিনেটর ব্রাউনব্যাকের ওয়েবসাইটের একটা প্রকাশনা অনুসারে, এই নিয়ম “আমেরিকার প্রতি আহ্বান জানায় তদন্ত, নজরদারী ইত্যাদি বহুজাতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্যে যাতে প্রাকৃতিক সম্পদের সাথে পুর্ব কঙ্গোতে মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করে এমন বেআাইনি সশস্ত্র দলের সম্পর্ক বন্ধ করা যায়।” ইঙ্গোয়েটে আশা করেন এই দূরদৃষ্টি ভূমিতে প্রকৃত পরিবর্তন আনবে: | 希望美国总统欧巴马(Barack Obama)正签署法案生效后,我们不会再看到土匪将Walikale高速公路变成临时飞机跑道(见此图)。 |
7 | এক মাস আগে, টিভি৫মন্ড দেখেছিল যে সশস্ত্র ব্যক্তিরা সবার সামনে ক্যাসিটেরাইট আহরন করছে কিনশাশার পাশে ওয়ালিকালেতে [ উত্তর কিভুর একটা অংশ]। আরো খারাপ হলো যে এইসব সশস্ত্র ব্যক্তিরা যেসব গ্রামবাসী খনিজগুলো উত্তলন করে তাদেরকে দাসে পরিণত করেছে। | TV5MONDE电视台于一个月前发现,在北基伍省的Walikale地区,有武装部队与中央政府人士串通,在当地四处抢夺锡石,更糟的是,这些武装份子向当地居民索讨各种名目荒唐的税赋、费用,甚至是进入传统矿区的入场费,奴役民众为他们挖矿,而设于Goma地区的矿场管理单位完全知情。 |
8 | তারা এদের উপর অদ্ভুত সব টোল, কর আরোপ করছে আর ঐতিহ্যবাহী খনিতে প্রবেশের অধিকার' নিয়ে অযৌক্তিক মূল্য নির্ধারন করছে- আর এটা গোমায় থাকা খনির প্রধানের সামনেই করা হচ্ছে। | 校对:Soup |