Sentence alignment for gv-ben-20071102-371.xml (html) - gv-zhs-20071107-748.xml (html)

#benzhs
1চাদ: ফরাসী এনজিওর দত্তক কেলেন্কারী জোয়ির আর্ক, “তোমার প্রেম আমার কন্ঠরোধ করেছে!”查德:法国慈善组织被踢爆领养丑闻
2লো ব্লগ দু প্রেসি ব্লগে লেখেন একজন ফ্রেন্চ ক্যামেরুনিয়ান ব্লগার যিনি একটি ফরাসী এনজিওর সাম্প্রতিক কেলেন্কারী সম্পর্কে মন্তব্য করেছেন।佐伊方舟(Zoe's Arc),你的爱心让人窒息!
3এই এনজিও চাদ-সুদান বর্ডারের কাছ থেকে ১০৩ শিশুকে (মনে হয় ডারফুরের শরনার্থী) নিশ্চিত মৃত্যু থেকে উদ্ধার করে ফ্রান্সে তাদেরকে পালক নেবার জন্যে স্থানান্তরের ব্যর্থ চেষ্টা করেছে।法籍喀麦隆博客Le blog du Prési!
4চ্যারিটি লো আর্ক দো জো (জোয়ির আর্ক) এর ছয় সদস্যকে চাদে গ্রেপ্তার করা হয়েছিল “শিশুদের অপহরন করে তাদের সামাজিক মর্যাদা পরিবর্তনের জন্যে;” মানে তাদের নতুন পিতামাতা দেবার জন্যে। এর শাস্তি পাঁচ থেকে বিশ বছরের সশ্রম কারাদন্ড।评论近来一件法国慈善组织丑闻,他们从乍得-苏丹边境救出103名濒临垂死边缘的达佛难民孩童,并试着以认养方式把孩童送到法国。
5জোয়ির আর্ক কোন অনিয়ম হয়েছে সে কথা অস্বীকার করেছে এবং বলেছে যে শিশুরা ছিল সুদানের এতিম। কিন্তু বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এবং জাতিসঙ্ঘের কর্মকর্তারা এবং ফরাসী কুটনীতিকদের বক্তব্য অনুযায়ী এইসব শিশুর অনেকের বাবা মা ছিল এবং তারা সুদানের নয়, চাদবাসী।六名该慈善团体的成员在乍得被捕,被指控“绑架孩童,并企图改变其公民身份”,例如为孩子们找新父母,嫌犯可能遭判处5至20年的强迫劳役。
6উভয় দেশই আন্তর্জাতিক দত্তক অনুমোদন করে না।佐伊方舟组织否认不法,表示难民孩童是苏丹达佛地区的孤儿。
7পরিস্থিতি আরও জটিল করতে, চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবী অনুমান করছে যে এই চ্যারিটি, যেটি ২,৪০০ ইউরো দত্তক ফি নিচ্ছিল নাকি এই শিশুদের পোডোফাইলদের কাছে বিক্রি করতে চাচ্ছিল অথবা তাদের অঙ্গ বিক্রি করতে চাচ্ছিল।但是根据报导,联合国官员与法国外交官表示,许多孩子的双亲是乍得人,而非苏丹籍,这两国都不允许跨国领养。
8ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এতে অখুশী। এই ঘটনাটি দুই দেশের সম্পর্কে চাপা উত্তেজনা এনে দিয়েছে যেখানে পূর্ব চাদ এবং উত্তর পূর্ব কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসী নেতৃত্বে একটি জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।更糟糕的是,乍得总统德比(Idriss Déby)怀疑该慈善组织还收取2400欧元领养费,打算把孩童卖给恋童癖或是器官贩售组织。
9লো দু প্রেসি! মন্তব্য করছেন জোয়ির ঘটনা, তারকা দত্তক, এবং একটি প্রেমের যে ভাল অভিপ্রায় সত্ত্বেও কন্ঠরোধ হলো এ বিষয় গুলো নিয়ে:法国总统萨科奇对此(Nicolas Sarkozy)相当不悦,时值法国领军的欧盟和平部队准备进驻乍得东部及中非共和国东北部前夕,这件意外却升高了法国与乍得之间的紧张关系。
10…জোয়ির আর্ক বায়ুর মধ্য দিয়ে গর্জন করে উড়ল এবং কিছু দরিদ্র আফ্রিকান শিশুকে মৃত্যূ থেকে উদ্ধার করতে মরুভূমির ওপর নেমে আসল।Le blog du Prési!
11উদ্দেশ্য: ১০৩ শিশুকে তাদের গন্তব্যে নিয়ে আসতে [ফ্রান্সে] যেখানে তাদের দত্তক নেয়ার জন্যে কিছু পরিবার অপেক্ষা করছিল।用一句话来评论此事:名流领养出自善意,但爱心却令人窒息。
12এই অপারেশনের খরচ: প্রতি পরিবারের জন্য ২,৪০০। সবকিছু ঠিক ছিল, ফেরত যাত্রা সহ, কিন্তু চাদ কর্তৃপক্ষ বাধ সাধল।佐伊方舟从天而现、穿越沙漠,把非洲可怜的孩童从死亡拯救出来,计划把这些孩子送到法国仰首期盼的家庭,而每个领养家庭要付出2400欧元的处理费。
13এই পরিকল্পনাটির উন্মোচন হলো এবং শুরু হল বিচার [জোয়িস আর্কের এর] “প্রতারনা এবং শিশুদের অপহরন করে তাদের সামাজিক মর্যাদা পরিবর্তনের জন্যে”।事情原本进展顺利,正要踏上回程,但这时乍得政府介入揭穿事件,开始侦查佐伊方舟是否有诈欺绑架孩童,企图改变孩子们的公民身份。
14অবশ্য জোয়িস আর্কের সদস্যরা ক্ষুব্ধ হয়েছে তাদের প্রতি এই অসৌজন্যমুলক ব্যবহারের জন্য, কারন এই শিশুদের মৃত্যু থেকে বাঁচিয়ে তারা বিশ্বের কল্যান করতে চেয়েছিল।佐伊方舟成员对此事很愤怒,他们只是要拯救世界,把这些孩童从死亡边缘救回。
15তারপর আমরা জানলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারনা ছিল - কারন শিশুগুলো এতিম বা দারফুরের নয়।但事实发现孩子们并非来自达佛地区的孤儿,从头到尾都是骗局。
16মানবিক অপহরন এবং টাকা খরচ করে দত্তক নেয়ার মধ্যে পার্থক্য কোথায়?人道绑架和花钱领养有何不同?
17কয়েক মাস আগে বড় সংবাদ ছিল ম্যাডোনা অনেক টাকা খরচ করে দত্তক নেয় (অন্য শব্দ ব্যবহার করছি না) কয়েকটি নাইজেরিয়ান শিশুকে - যদিও আমি মানবিক অপহরন এবং টাকার খরচ করে দত্তক নেয়ার মধ্যে পার্থক্য দেখিনা?几个月前,美国流行乐女王玛丹娜(Madonna)拿出大笔金钱,领养(而非其它字眼)一些尼日利亚的儿童。
18আমি জনগণ এবং মিডিয়া থেকে একই উপলব্ধির জন্যে অপেক্ষা করছিলাম কারন এই ঘটনা বেশীদিন আগের নয়।我所有的调查中,看不出人道绑架或花钱领养之间有何差异,所以我期待民众或媒体当时也同样义愤。
19এবং শীঘ্রই হয়ত পাপরাজ্জি প্রিয় প্যারিস হিলটনের পালা আসবে রুয়ান্ডার শিশুদের সাথে একই রকম করার।等轮到巴莉丝希尔顿(Paris Hilton)也做同样的行为领养卢旺达小孩时,就有八卦狗仔来跟踪。
20যদি তা ঘটে, তাহলে আমার কথাই সত্যি হবে।如果此事成真,我完全支持!
21অন্তত: তখন সবকিছু ভেঙ্গে পড়ার সত্যটি প্রতিষ্ঠিত হবে এবং আমরা বলতে পারব আমরা “সব গুবলেট করে ফেলছি এবং এটি আমরা ভালই পারছি”।因为这种崩溃之路是 我们自作自受!
22দুই পন্থা, একই ফল, হয়ত একই লক্ষ্য নয়, কিন্তু না!二种方式相同的结果,或许有着不一样的目的。
23শিশুদের মূল পরিবারটি কি এই আরোপিত মানবতাবোধটির সত্যিই প্রয়োজন বোধ করে?这些孩子的家庭是否真需要这种人道主义?
24এবং যদিও এই শিশুদেরকে ভাল জীবনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে (এবং তারা হয়ত যেতে প্রলুব্ধ হয়েছে) ভেবে দেখা উচিৎ সেটি কি তেমন গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে সমস্ত পরিবার কাঠামোর প্রতি অবজ্ঞাকে (গন্তব্যের শুরু ও শেষের উভয় পরিবারের) সমর্থন করা যায়?即便对孩子许下黄金国度(El Dorado)承诺,亲生与领养双方如何为被破坏的家庭关系辩护?
25ফ্রান্সে উপস্থিতির পর যদি দত্তক নেয়ার পদ্ধতিতে অথবা ওই সব পরিবারের নিজেদের মধ্যে সমস্যা দেখা দেয়, তাহলে আমরা দেখব ১০৩ চাদ শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে ১০১ ডালমাশিয়ান্স ছবির মত, সৌজন্যে [স্বরাস্ট্র মন্ত্রনালয়]।如果这103个孩子来到法国,在领养过程中出问题,甚至发生更糟的情况,让孩子们像电影101忠狗一样流落街头,这都是拜内政部之赐。
26জোয়ি তোমার আর্ক সহ তোমার ভালবাসা আমার গলা টিপে ধরছে। - জেনিফার ব্রিয়া佐伊,乘着方舟,她的爱心让人窒息。