# | ben | zhs |
---|
1 | মাদাগাস্কার: সেনাবাহিনী আর ভিন্নমতাবলম্বী পুলিশ ইউনিটের মধ্যে সংঘর্ষ | 马达加斯加:军警单位发生暴力冲突 |
2 | গত ২০শে, ২০১০ তারিখে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে দুটি পরস্পরবিরোধী সেনাবাহিনীর দলের মধ্যে। চলতে থাকা রাজনৈতিক সংঘর্ষ আবার শুরু হয়েছে এবং স্থানীয় রেড ক্রসের রিপোর্ট অনুসারে অন্তত তিনজন আহত হয়েছেন এই গোলযোগে। | 2010年5月20日,两派军警人士在马达加斯加首都爆发枪战,时间至少一小时,长期政治危机再度演变为暴力事件,当地红十字会表示,至少有三人在冲突中受伤。 |
3 | এফআইজিএন নমে পুলিশের একটা বিছিন্ন অংশের (Forces d'Intervention de la Gendarmerie Nationale: FIGN ) সমর্থনে শত শত জনতা একত্র হলে তাদেরকে ঘিরে ছিল এমো-রেগ নামে সেনাবাহিনীর একটা ইউনিট (état-major mixte opérationnel régional: Emmo-Reg), আর এরপরে গোলাগুলি বিনিময় হয়। এফআইজিএন এর নেতা কর্নেল রেমন্ড আন্দ্রিয়ানজাফি ব্যাখ্যা করেছেন যে আন্দ্রাইনারিভো-মাউসলিতে জনসাধারণের একত্র হওয়ার কারণ বর্তমান অবস্থা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশের জন্য আর এই পরিস্থিতির একটা সমাধান খোঁজার জন্য। | 事件起因是在警方异议派系FIGN支持下,数百名群众在首都集会,却遭到军方单位Emmo-Reg包围,双方于是交火,FIGN领袖Raymond Andrianjafy表示,集会目的是让民众表达对现状不满,思考如何化解危机,而FIGN在现场是为避免集会遭到打压。 |
4 | এফআইজিএন সেখানে উপস্থিত ছিল সমবেতদের নিগ্রহিত হওয়া থেকে বাঁচাতে। strong>সর্বশেষ: মাদাগাস্কার ট্রিবিউন জানাচ্ছে যে বন্দক যুদ্ধ থেকে অন্তত চারজন নিহত হয়েছেন। | 冲突发生前几天,地方电台于5月17日遭到军方特殊部队攻击,当时在野阵营领袖Ambroise Ravonison及另一名人士Harrison Razafindrakoto正在接受现场访问。 |
5 | তাদের মধ্যে ধর্মযাজক রিভো আরিসন রানাইভো ছিলেন যেটা প্রোটেস্টেন্ট চার্চের একটি বার্তা জানিয়েছে। | 马国博客与Twitter用户在枪战当天的部分反应是: |
6 | স্থানীয় একটা রেডিও স্টেশন মে মাসের ১৭ তারিখে সেনাবাহিনীর বিশেষ একটা ইউনিট দ্বারা আক্রান্ত হওয়ার কয়েক দিন পরে এই সংঘর্ষ হল যখন বিরোধী দলের নেতা অ্যাম্ব্রোইজ রাভোনিসন আর একজন অতিথি হ্যারিসন রাজাফিন্দ্রাকতো সরাসরি সাক্ষাতকার দিচ্ছিলেন। | |
7 | মাদাগাস্কারের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সকালে এই বন্দুক যুদ্ধের কথা প্রথমে জানান: আন্তানানারিভো থেকে পিয়ের মাউরি টুইট করেছেন যে সকাল ৯:৪২ মিনিটে বন্দুকের গুলির আওয়াজ শুরু হয় জোরালোভাবে আর তা প্রায় ৪৫ মিনিট ধরে চলে। | Pierre Maury提及,枪声自当地时间早上9点42分密集响起,至少持续45分钟。 |
8 | ইনভেস্টগ্যাসি জানিয়েছেন যে তিনটি সেনাবাহিনীর ট্রাককে মিটিং স্থলে আসতে দেখা গেছে আর শহরতলীর কয়েকটি দোকান বন্ধ ছিল। | InvestGasy看见三辆军方卡车驶往集会地点,市区几间商家已关门。 |
9 | জেন্টিলিসা, যিনি এই সমাবেশে ছিলেন, এই লেখা স্থানীয় সময় সকাল ১১ টায় পোস্ট করেছেন: | Jentilisa当时身在集会现场,他在当地时间早上11点写道: |
10 | মুখোমুখি হওয়ার পরে মানুষ আর মাউসোলিতে ধুক্তে পারছে না। যারা ভিতরে আছেন তারা গান আর প্রার্থনা আবার শুরু করেছেন। | 冲突过后,人们无法再进入Mausolee,在内部的群众则再度开始歌唱与祈祷。 |
11 | রাঞ্জাক্রাইস, যিনি ওই স্থানে ছিলেন, নিশ্চিত করেছেন যে দলীয় প্রার্থনা চলছিল যখন সংঘর্ষ হয়। তিনি আরো জানিয়েছেন যে একজন ধর্মযাজককে পরে গ্রেপ্তার করা হয়। | Ranjachrys也在现场,表示冲突发生时,群众祈祷仍继续进行,之后则有一位牧师遭到逮捕。 |
12 | জেনেভায় বসবাসকারী একজন ব্লগার তোমাভানা, বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্মে দেয়া স্থানীয় ব্লগারদের আপডেট তুলে ধরেছেন আর একত্র করেছেন ঘটনার কালানুক্রমিক ধারা যা টুইটারকারীরা বিভিন্ন সময়ে জানিয়েছেন: | Tomavana现居瑞士日内瓦,他在各个社会媒体平台散播当地博客的声音,并依据Twitter用户的记录,整理成一份详细的事件时间表。 |
13 | মাদাগাস্কার থেকে টুইটার বার্তার আর্কাইভ মাদাগাস্কার বিষয়ে টুইটার আপডেট: | 马达加斯加Twitter消息资料库 |
14 | টুইটারকারী তোমাভানা, সেমগানেগি আর ডটএমজি মানুষকে অনুরোধ করছেন বিভিন্ন রেডিও আর টুইটার আপডেটে যে অনেক তথ্য শোনা যাচ্ছে তা সাবধানে গ্রহন করা উচিত। এদের মধ্যে অনেক কয়েকটা ভুল বা প্রচারণা হিসাবে প্রমাণিত হয়েছে। | Tomavana、Sameganegie及Dotmg等Twitter用户都提醒民众,许多电台与Twitter讯息都提供大量所谓的「资讯」,但人们应该要对内容存疑,许多消息后来都证实有误或只是政治宣传,他们亦使用#fvtm(「标示错误资讯」)这个标签以提醒读者。 |
15 | তারা হ্যাশট্যাগ #এফভিটিএম (ভুল তথ্য দেয়ার সংক্ষেপিত রুপ) গঠন করেছেন টুইটারে ভুল তথ্য তুলে ধরার জন্য। | 事件情况仍在继续,我们会在证实更多资讯后,提供更多消息。 |
16 | পরিস্থিতি এখনও পরিবর্তনশীল আর এখানে আমরা সর্বশেষ জানাব যখন আরো সংবাদ নিশ্চিত করা হবে। | 以下是使用#Madagascar标签的Twitter资讯: |
17 | এখানে পাওয়া যাবে সেইসমস্ত টুইটার আপডেট যেখানে #মাদাগাস্কার শব্দটি উল্লেখিত আছে। | 校对:Soup |