Sentence alignment for gv-ben-20081017-1315.xml (html) - gv-zhs-20081023-1434.xml (html)

#benzhs
1ইরানঃ ব্লগ এ্যাকশন ডে'তে দারিদ্র প্রসঙ্গে ব্লগারদের কথা伊朗:博客行动日论贫穷
2১৫ই অক্টোবর এই গ্রহের চারটি প্রান্তের আরো অনেক ব্লগারের মত ইরানী ব্লগাররাও দরিদ্রতা বিষয়ে কথা বলার জন্য ব্লগ এ্যাকশন ডে'তে অংশ নিয়েছিল।伊朗博客与世界各国博客一样,都从四面八方而来,参与10月15日博客行动日「贫穷」主题讨论。
3ড্রিম লিখেছেন সেই সমস্ত স্বল্প আয়ের পরিবারের কথা যারা কেবল প্রাচুর্যের দিকে তাকিয়ে থাকে। ব্লগার লিখেছেন:Dream提到[波斯文]低收入家庭只能眼巴巴地看着富人:
4আমার চারপাশের সেই সমস্ত মানুষদের জন্য করুণা হয় যাদের স্বপ্ন ছিল কিন্তু এখন তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং বেঁচে থাকার রসদ যোগাতে হিমশিম খাচ্ছে … ওহ ইশ্বর, কেন এত বেশী অবিচার এই বিশ্বে?
5ফ্রিকিবোর্ড লিখেছেন [ফরাশীতে]: বিশ্বের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ দারিদ্রের মধ্যে বসবাস করে এবং আমি বা আপনার চেয়ে কম উপার্জন করে।我很同情身边拥有梦想的人,因为他们的梦想变成梦魇,也难以维生,…老天啊,为何世界上总有这么多不公不义之事?
6হতে পারে বেতন হিসাবে তাদের কিছুই নাই।Freekeyborad表示[波斯文]:
7তারা ক্ষুধার্ত, তাদের শিশুরা স্কুলে যেতে পারে না এবং যদি তাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে পারে না। এইলোকজন এজন্য দরিদ্র নয় যে আমার চেয়ে তাদের কম বুদ্ধি অথবা অলস।全球许多民众生活贫苦,所得亦低于你我,也许他们根本没有薪水,他们很饥饿,孩子无法上学,如果子女染病也无法就医,这些人之所以贫困,并非因为比你我愚笨或懒惰,他们只是贫穷又没有工作。
8তারা স্রেফ দরিদ্র এজন্য যে তাদের কোন চাকুরী নাই।我没有专业知识来谈论这个话题,但我知道世人没有理由剥夺他们的权力,让他们长期贫困。
9এ বিষয়ে কথা বলার জন্য পান্ডিত্য আমার নেই কিন্তু আমি জানি কোন মানুষকে তার প্রাপ্য থেকে বঞ্চিত এবং দারিদ্রের মধ্যে রাখা ঠিক নয়। কাঝায পারেহ (অর্থ ছেঁড়া কাগজ) লিখেছেন [ফরাশীতে] ইরানী ব্লগাররা তাদের দেশের দারিদ্র দেখাবার জন্য নিয়মিত ছবি প্রকাশ করে থাকে - এবং যখন তারা এ বিষয়ে লেখে, একটা বিষয় খুব কমই আলোচিত হয়, কেন ইরানের মত একটা ধনী দেশে এমন দারিদ্র বিরাজ করে।Kaghaz Pareh指出[波斯文],伊朗博客定期刊出照片,呈现贫困在国内的情况,虽然关于贫困的文章不少,但鲜有人论及为何富有如伊朗境内却有贫穷存在,伊朗石油与天然气等天然资源丰富,却困境重重。
10এটা এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি রয়েছে যেমন তেল, গ্যাস; তারপরেও তারা হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে।或许管理不当是我国贫穷主因,或许还有其它理由,有权者理应尽力消弭贫穷,但却只会怪罪前任政府肇祸。
11এই ব্লগার আরো লিখেছেন:校对:Soup
12সম্ভবত অব্যবস্থাপনা দারিদ্রের জন্য প্রধান কারণ অথবা হয়তো অন্য কোন কারণ আছে কিন্তু লোকজন [কর্তৃপক্ষ] যাদের দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করার কথা তারা কেবল প্রাক্তন সরকারকে দোষারোপ করে থাকে।