Sentence alignment for gv-ben-20080404-773.xml (html) - gv-zhs-20080322-994.xml (html)

#benzhs
1খৎনা: এইডসের বিরুদ্ধে এক প্রতিষেধক!割礼成爱滋病疫苗?
2সাম্প্রতিক বছর গুলোতে বৈজ্ঞানিক গবেষনায় দেখা গেছে খৎনা করা পুরুষদের এইচআইভিতে আক্রান্ত হবার সম্ভাবনা নাটকীয় ভাবে অনেক কম। এইচআইভি ভাইরাস মরণ ঘাতী ব্যাধি এইডসের কারন।近年来研究显示,曾行割礼(割除包皮)的男性感染爱滋病病毒的机率大幅降低,许多非洲政府考虑鼓励在其他疾病预防措施之外,鼓励男性自愿行割礼。
3অনেক আফ্রিকান দেশের সরকার এখন এইডসের বিরুদ্ধে অন্যান্য প্রতিরোধ পদ্ধতির পাশাপাশি পুরুষদের খৎনা করার জন্য উৎসাহ প্রদান করছে। তিউনিশিয়ার ব্লগার জিয়েদ একজন ডাক্তার ও জন স্বাস্থ্য কর্মী।Zied是位突尼斯博客、医师与公共卫生人员,他最近在自己的部落格zizou from Djerba上谈到这个争议性话题,文章名为「割礼是抗爱滋疫苗?」[
4তিনি তার জিজু ফ্রম জেরবা নামক ব্লগে এই বিতর্কিত বিষয়ের উপর আলোকপাত করেছেন তার সাম্প্রতিক লেখায় যার নাম “খৎনা, এইডসের বিরুদ্ধে এক প্রতিষেধক?”
5(ফরাসী ভাষায়) প্রথমে এল প্রতিষেধক টিকা, এরপর গর্ভ নিরোধক বড়ি, এরপর কনডম, এখন সময় এসেছে খৎনা করার।法文]:
6হ্যা, সাম্প্রতিক সময়ের কিছু গবেষণা দেখাচ্ছে কয়েক দশক ধরে অন্যরা যা দাবি করে ( দাবির সত্যতা রয়েছে) খৎনাকারীদের এইডস ভাইরাস ছড়ানো হার কমে আসে, শতকরা ৬০ ভাগ-অবিশ্বাস্য , না ?
7এবং আমরা যারা সবসময় বিস্মিত হতাম কেন উত্তর আফ্রিকা এবং মধ্য প্রাচ্যে এত কম হারে এইডস ছাড়াচ্ছে?
8যদিও এই মহা মারি সম্বন্ধে এ অঞ্চলের লোকদের ধারণা অনেক কম। কিন্তু কেন এত কম এইডস হচ্ছে তার উত্তর আমাদের কাছে আগেই রয়েছে: খৎনা।经历疫苗、避孕丸、保险套,现在人们开始觉得割礼行得通,数项研究显示人们多年所言无误,割礼能使爱滋病毒传染率降低六成!
9এটা পরিষ্কার যে এই বাস্তবতা নিজে একাকি কিছু করতে পারে না।听起来很棒吧?
10কিন্তু এর পাশাপাশি যা আছে তার মাধ্যমে আমরা একটা অবিশ্বাস্য কিছু ঘটার আশা করতে পারি- রুয়ান্ডা ইতিমধ্যে এক বিশাল আকারে খৎনা করার পরিকল্পনা নিয়েছে।
11একই সময়ে আরো অনেক দেশ বিষয়টি নিয়ে গবেষণা করছে এবং তারাও একই ধরনের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে। অবশ্য খৎনা প্রথার বিরোধীরা সংখ্যা কম নয় ।许多人都在怀疑,为何中东与北非地区相关倡导如此不足,但爱滋病传染率却很低,现在结果揭晓,就是因为割礼。
12এখন এই বিতর্ক বিজ্ঞানী , ধার্মিক এবং অন্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করছে। অনেকে এখনও মনে করেন এই মহামারী আকারের ঘাতক ব্যাধিকে রুখতে কনডমই একমাত্র ও সত্যিকারের প্রতিরোধক ব্যবস্থা।当然光是行割礼没有用,不过若同时配合其他措施,或许会有奇迹发生,非洲国家卢安达已开始大规模倡导鼓励割礼,许多其他国家也正研究考虑发起类似活动。
13অন্যরা মনে করেন খৎনা এক বর্বর প্রথা যা মিলনের আনন্দকে কমিয়ে দেয়। আবার আরেক দল মনে করেন কারো অনুমতি ছাড়া কারো চামড়া কাটা অনৈতিক ব্যাপার।也有许多人反对割礼,科学界、宗教界等团体也热烈讨论,有些人认为只有保险套能阻绝爱滋病传染;有些人觉得割礼是野蛮行为,只会减损愉悦感;也有些人认为未经当事人同意便割除包皮并不道德…总之很难说服所有人。
14সবাইকে একমত করা আসলেই কঠিন । খৎনা ও ইসলাম:割礼与伊斯兰教
15পাঠক করিম২কে প্রশ্ন করেছেন জিয়েদ কি বলার চেষ্টা করছেন যে “ইসলামের সুফলকে ধন্যবাদ, এতে শরীর এবং আত্মা পবিত্র হবে?”
16মুসলিমরা সারা বিশ্বে সবচেয়ে বেশী পরিমানে খৎনা করে থাকে। কিন্তু অনেক পাঠক মনে করেন না এটি ইসলাম প্রচার করার চেষ্টা।Zied的读者Karim2K想问,他的意思是不是「认为伊斯兰教让身体与精神都保持神圣」[法文]。
17একজন বেনামী পাঠক লিখেছেন: কে ইসলাম নিয়ে কথা বলছে?穆斯林是全球行割礼最普遍的社群,但多位读者不认为此事与宣教有任何关系。
18ইহুদিরাও খৎনা করে থাকে। তাদের মধ্যে এর চর্চা রয়েছে।一位匿名读者表示:
19এই ধরনের একপেশে ভাবনা গুলো বাদ দিন। আরেকজন পাঠক উইকিপিডিয়ার রচনা থেকে খৎনার বিষয়টি তুলে ধরেন।谁说这和伊斯兰有关,犹太人也会行割礼啊…
20প্রাচীন মিশরে খৎনার চর্চা ছিল এবং এখনও বিশেষ খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্যে খৎনা প্রথা চালু রয়েছে।
21কোন রুপার বুলেট নয় অবশ্যই খৎনা নিয়ে প্রচারনার বিপদ হচ্ছে বিষয়টিকে এইডস প্রতিরোধক হিসেবে দেখানো।另一位读者引用维基百科上的割礼条目,其中指出古埃及实行割礼,在部分基督教教派也是一项习俗。
22এতে অনেক মানুষ বিপদজনক ভাবে বা ভয়াবহ ভাবে বিষয়টিকে ভুল বুঝতে পারে।并非一劳永逸
23এতে তারা মনে করতে পারে খৎনা করার পর তাদের আর এইডস প্রতিরোধে কনডম ব্যবহার করার দরকার নেই। পাঠক তারেক ঠিক এই বিষয়টিকে তুলে ধরেছেন।当然,若过度强调割礼对预防爱滋病的效果,可能会让部分男性有所误解,以为只要经过割礼,性交时便不必使用保险套。
24আমি মনে করি যদি জনগণ মনে করে যে খৎনা এইডস ছড়ানো প্রতিরোধ করেন তা হলে তা বিপদ জনক হবে।另一名读者Tarek便提到这一点:
25খৎনা এইডস ছড়ানোর ঝুঁকি কে খানিকটা কমিয়ে দেয় মাত্র। জিয়েদ বুঝতে পারে হয়ত সে আসলে এরকম ধারণাটি দিতে চেয়েছে।我觉得让人们以为割礼就可预防传染十分危险,割礼只是降低感染机率。
26সে ইসাবেল নামের এক পাঠিকার মেইল পেয়ে সে তার লেখার আংশিক সংশোধন করেছেন।
27আমারও ঠিক একই অনুভূতি ছিল যখন আমি এইচআইভি ছাড়ানো সম্বন্ধে এই জেবরায় এই একই আওয়াজ শুনি যে খৎনা করা মানুষদের এ ব্যাপারে কোন ভয় পাবার কিছু নেই এবং তাদের কনডম ব্যবহার করার কোন প্রয়োজন নেই ।
28কারন এক সাম্প্রতিক গবেষণায় বিষয়টি আবিষ্কার হয়েছে, যে খৎনা করা মানুষদের এই রোগ ছড়ানোর ভয় নেই। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা।原作者Zied也意识自己可能让人有此印象,故引述一名叫Isabelle的读者信内容做为澄清与修正:
29এক সাম্প্রতিক গবেষণায় পরীক্ষা করে দেখা গেছে এইডস ছড়ানোর বিপদ কম শুধু খৎনা করা মানুষদের জন্যে কিন্তু তার সঙ্গী বা সঙ্গিনীর জন্য বিপদ ঠিকই থাকে। কারন এই ভাইরাস বিশেষ ক্ষেত্রে শুষ্কতায় খুব সংবেদনশীল।当我听闻人们热烈讨论,近来研究指出经割礼的男子不用担心得爱滋病,所以不用戴保险套,我也一度以为割礼就能让人们不会传染爱滋,但这种想法大错特错,目前相关研究只是显示,割礼「似乎」能够降低爱滋病传染机率,因为爱滋病毒在干燥环境下较难存活,但不代表男性曾受割礼后,他的伴侣便不会得到爱滋病。