# | ben | zhs |
---|
1 | সিঙ্গাপুর: মৃত্যুদণ্ড বিরোধী প্রচারণা ইয়ং ভুই কং নামে ২১ বছরের এক মালয়েশিয়াবাসী ২০০৮ সালে সিঙ্গাপুরের উচ্চ আদালত দ্বারা অভিযুক্ত হন ৪২. | 新加坡:反死刑运动再起 |
2 | ২৭ গ্রাম হেরোইন বহনের জন্য আর তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা এই দেশে ১৫ গ্রামের বেশী বেআইনি দ্রব্য বহনের জন্যে চুড়ান্ত শাস্তি। | 21岁的马来西亚民众Yong Vui Kong因携带42. |
3 | তিনি দাবি করেছিলেন যে তিনি একজন মাদক বহনকারী মাত্র আর তাকে মাদক বহনে চালাকি করে ফাঁসানো হয়েছে। তিনি একটি আপিল করেন কিন্তু পরে এপ্রিলে শুনানির এক সপ্তাহ আগে তার আইনজীবীদের তা প্রত্যাহারের কথা বলেন। | 27公克海洛因,依据新加坡携带超过15公克非法药物的刑责,于2008年遭星国高等法院判处死刑,他宣称自己是遭到利用,被骗携带毒品,他先前提出上诉,但律师在四月召开公听会前一个星期,突然又撤销上诉。 |
4 | গত বছরের ডিসেম্বরে তাকে আবার সুযোগ দেয়া হয় নতুন আপিল করার জন্য এবং জনাব এম. | 他在律师M. |
5 | রাভি তার প্রতিনিধিত্ব করেন। আপিল আদালত বলেছে যে তাদের দায়িত্ব নতুন আইনী তর্ক শোনার যদিও একটা ক্রিমিনাল কেস শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, বিশেষ করে সেখানে যদি মৃত্যুদন্ড জড়িত থাকে। | Ravi争取下,去年12月再度获得上诉机会,上诉法院表示,纵然刑案已侦办完毕,既然此事涉及死刑,若有新法律事证出现,就有义务提供会发声。 |
6 | বেশীরভাগ ব্লগার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এটা জানাচ্ছেন যে বেশীরভাগ দেশ যখন মৃত্যুদণ্ড রহিত করেছে তখন একজন তরুণকে মৃত্যুদণ্ড দেয়া ঠিক না। | 多数博客都反对死刑,指称许多国家均已放弃死刑,且青少年不该遭判死刑。 |
7 | সিঙ্গাপুরের ব্লগার এন্ড্রু লো, তার এডভোকেসি সাংবাদিকতা ব্লগ দ্যা অনলাইন সিটিজেন এ লিখেছেন: মৃত্যুদণ্ডের উপরে অনেক দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে। | 新加坡博客Andrew Loh在新闻倡议博客The Online Citizen写道: |
8 | সব দেশেরই কিছু গর্ব আছে। এইসব দেশ দেশ নিশ্চয়ই জাতীয় গর্বের উপরে মানুষের জীবনকে অধিক মূল্য দিয়েছে- বিশেষ করে যখন জোরালো কারণ আছে এমন করার। | 许多国家都扭转对唯一死刑的态度,各国都有尊严,但这些国家将人命价值置于国家尊严之上,尤其是因为这么做的理由很强烈。 |
9 | আর সিঙ্গাপুরের বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের ফলে, আমাদের অবশ্যই কারণ আছে আইন পুনর্বিবেচনা করার। | 正因为新加坡维持唯一死刑制度,我们更应该重新反省这项法律。 |
10 | সিঙ্গাপুরের অ্যাকটিভিস্ট ব্লগার র্যাচেল জেং লিখেছেন: | 星国社运博客Rachel Zeng指出: |
11 | তবে, আশা করছি যে বিচারকদের মধ্যে থাকা মানবিকতা আর জ্ঞান সাহায্য করবে তাদের দেখতে যে এই তরুণের আর একটা সুযোগ পাওয়া দরকার তার ভুল সংশোধনের- যেটা গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত সে বোঝেনি যে হেরোইন তামাকের মতো ‘নিরাপদ' জিনিষ না। | 但我希望法官心中的人性与理智,能让他们明白,这个年轻孩子理应获得另一个机会,以弥补他的重大过错,他直到被捕后,才明白海洛因不像菸草那样「无害」。 |
12 | সিঙ্গাপুরের ব্লগার জু জিয়ানিউ লিখেছেন: | 新加坡博客Xue Jianyue指出: |
13 | ইয়ং ভুই কংকে শাস্তি দিলে তা পাচারকারী যে তার বয়সীদের ব্যবহার করে বার বার মাদক পাচারের জন্য সেই সমস্যা শেষ হবে না কারণ কং এর মতো মানুষ, যারা গরিব, অজ্ঞাত আর মরিয়া, তাদের যেকোন সমাজে পাওয়া যায় আর মাদক পাচার চক্রের খপ্পরে তারা সহজে পড়ে। | 判刑无法解决问题,毒贩还是会一再利用他这个年纪的人走私毒品,因为这些孩子贫穷、无知又绝望在任何社会都存在,也会受到毒品走私集团陷害。 |
14 | তিনি আরো বলেছেন যে তরুণদের তাদের ‘অজ্ঞতার' জন্য সাজা পাওয়া উচিত না: | 他也认为青少年不该为「无知」付出代价: |
15 | একজন মানুষ পরিণতি বুঝে কোন অপরাধ করা আর না জেনে করার মধ্যে পার্থক্য আছে। | 人们在犯罪之前是否知道后果,当然会有差别,我们不该急着用同样刑罚对待双方。 |
16 | একই সাজা দিয়ে এদেরকে শাস্তি দেওয়ার জন্য হুড়োহুড়ি করা উচিত না। | 新加坡博客Terence Lee认为: |
17 | সিঙ্গাপুরের ব্লগার টেরেন্স লি লিখেছেন: | 如果人们有罪怎么办? |
18 | একজন মানুষ দোষী হলে কি? | 毒贩若仍逍遥法外,准备收买另一位绝望的毒品走私者,这样惩罚一位受利用的孩子并不合理。 |
19 | কোন মাদক বহনকারীকে শাস্তি দেয়ার কোন মানে হয়না তাকে ভাড়া করেছে যে মাদক সম্রাট তাকে ছেড়ে দিয়ে যাতে সে আর একজন মরিয়া মাদক বহনকারীকে ভাড়া করে। | 为何刑罚如此苛刻? |
20 | আর এমন কঠোর ব্যবহার কেন? | 运毒和谋杀同样严重吗? |
21 | মাদক বহন করা কি আরো বড় ধরনের অপরাধ যেমন হত্যার সমতুল্য, আর তাই এটারও মৃত্যুদণ্ড পাওয়া দরকার? | 都应该为此而判处死刑吗? |
22 | এটাতে ন্যায় বিচার কোথায়? | 这其中有何正义? |