# | ben | zhs |
---|
1 | ফিজি ওয়াটার তার কারখানা বন্ধ করে দিয়েছে এবং ফিজি ছেড়ে চলে গেছে | 斐济:Fiji Water瓶装水公司撤资 |
2 | ফিজি ওয়াটার নামক কোম্পানিটি ফিজি ত্যাগ করেছে-অন্তত বর্তমান সময়ে কিছুদিনের জন্য। | Fiji Water公司宣布离开斐济,期限未定。 |
3 | এক বর্ণনায় তারা ফিজির সরকারের সাথে তাদের দ্বন্দ্বের বিষয়টি উল্লখ করেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রধান পানি সরবরাহকারী কোম্পানী ফিজির মোট রপ্তানী আয়ের ২০ শতাংশ আসে এই কোম্পানী থেকে। | |
4 | কোম্পানিটি ফিজিতে তার কারাখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে যে প্রভূত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল সেগুলো বাতিল করেছে। ২৯ নভেম্বর, সোমবার কোম্পানিটি ওয়েস্টার্ন ভিটি লেভু দ্বীপের রা প্রভিন্সের বেশির ভাগ শহুরে এলাকায় অবস্থিত কারাখানার প্রায় ৪০০ কর্মীকে বিদায় দিয়ে দিয়েছে। | 这间美国瓶装水公司占斐济出口额两成,经过与斐济政府短暂但针锋相对的争执后,该公司宣布终止当地运作,并取消未完成的发展计划,装配厂位于国内最大岛屿Western Viti Levu的Ra省上,400名员工全数于11月29日资遣,《斐济时报》一名记者估计,关厂将影响4000人。 |
5 | ভিটি লেভু ফিজির সবচেয়ে বড় দ্বীপ। | 照片来自Flickr用户swanksalot |
6 | ফিজি টাইমসের এক হিসেব দেখা যাচ্ছে যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে তা প্রায় ৪০০০ লোকের উপর প্রভাব বিস্তার করবে। ছবি ফ্লিকারের সোয়াঙ্কসালটের | 双方磨擦始于11月18日,政府将Fiji Water公司当地代表驱逐出境,事后指称该人介入内政;11月26日,斐济政府公布2011年预算书,开征新的“水资源税”,任何公司每月抽取逾350万公升的水,每公升税金将从0. |
7 | এমন নয় যে এই প্রথম বার তারা কর নিয়ে দ্বিমত পোষণ করেছে। ১৯৯৬ সালে এই কোম্পানিটি চালু হয়। | 06美分增至8美分。 |
8 | সে সময় তাকে ১২ বছর তাকে করমুক্ত কোম্পানীর মর্যাদা প্রদান করা হয়। ২০০৪ সালে যখন তা শেষ হয়, তখন ফিজি সরকার সকল পানী বোতলজাত কোম্পানীর উপর প্রতি লিটারে ১৫ শতাংশ কর আরোপের চেষ্টা করে। | Fiji Water公司认为这项税金既“歧视”又“站不住脚”,完全针对该公司而来,依据新规定,企业每月抽水量若低于350万公升,每公升税金仍维持在0. |
9 | স্থানীয় কোম্পানী সহ ফিজি ওয়াটার এই কর আরোপের বিরুদ্ধে লড়াই করে। সে সময় কোম্পানিটি কিছুদিনের জন্য কারখানা বন্ধ করে রেখেছিল। | 06美分,据媒体报导,Fiji Water目前缴纳税率为每公升0. |
10 | ঘটনাক্রমে সরকার তার এই পরিকল্পনা থেকে সরে আসে। | 18美分。 |
11 | যদি ফিজি ওয়াটার তার কাজকর্ম গুটিয়ে নেয়, তাহলে এটি হবে দ্বিতীয় কোন বহুজাতিক কোম্পানী যারা ২০১০ সালে ফিজি থেকে চলে গেল। জুন মাসে সরকার আইন জারী করে যে কোন প্রচার মাধ্যমের ৯০ শতাংশ মালিকানা স্থানীয়দের হাতে থাকবে। | 这并非双方初次为税金出现异议,该公司自1996年成立后,获得12年免税待遇,2008年效期截止后,斐济政府打算向所有瓶装水公司课征每公升8美分的税金,Fiji Water于是串连其他国内企业群起反抗,并短暂关闭装配厂,迫使政府放弃计划。 |
12 | যার ফলে রুপার্ট মারডক নিউজ কর্পোরেশন ফিজির সবচেয়ে প্রচারিত এবং পুরোনো পত্রিকা ফিজি টাইমসে আর বিনিয়োগ করেনি। সোমবারের সংবাদ সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদানের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। | 若Fiji Water决定终止营运,将成为2010年第二间撤离斐济的国际企业,斐济政府于六月下令,国内媒体九成股份必须由本国籍人士持有,迫使媒体大亨梅铎(Rupert Murdoch)的新闻集团自斐济最大、历史最悠久的《斐济时报》撤资。 |
13 | ফিজি ওয়াটার কোম্পানীর প্রেসিডেন্ট এবং সিওও (চীফ অপারেটিং অফিসার) জন কোহরান এই বলে শুরু করেন: | Fiji Water关厂消息传出后,媒体上演声明稿大战,Fiji Water总裁兼执行长John Cochran表示: |
14 | সরকারে বর্তমান কাজকর্মকে আমরা আমাদের ব্যবসাকে নিয়ে নেওয়ার ফন্দি হিসেবে দেখি, এবং একে ফিজির ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে পাঠানো পরিষ্কার ও অভ্রান্ত এক বার্তা অথবা যারা ফিজিতে বিনিয়োগ করতে যাচ্ছে তাদের কাছে; দেশটিতে ক্রমেই অস্থিরতা বাড়ছে এবং এমন এক জায়গায় পরিণত হচ্ছে যেখানে বিনিয়োগ করা ঝুকিপূর্ণ। | |
15 | তবে তিনি এই বিষয়ের সমাধানের জন্য সরকারের সাথে এক আলোচনার উপায় খোঁজার পক্ষে। | 我方认为政府的行为是为抢夺企业生意,并向斐济现有及潜在投资人清楚传达一项讯息:国家愈来愈不稳定,投资风险也愈来愈高。 |
16 | এক বিবৃতিতে ফিজির প্রধানমন্ত্রী এর প্রতি উত্তর প্রদান করছেন: : | 不过他仍愿与政府谘商寻求解决之道。 |
17 | প্রধানমন্ত্রী বলেছেন যে যেমন ফিজি ওয়াটার এমন এক কৌশল প্রয়োগ করছে যে যাতে তারা প্রদর্শন করছে তারা ফিজি বা ফিজিবাসী সম্বন্ধে মাথা ঘামায় না। | 斐济总理班尼马拉马(Frank Bainimarama)在声明中反驳: |
18 | তারা ফিজির অস্থিরতা নিয়ে বিবৃতি প্রদান করেছে এবং তারা জানে যে এটা সত্য নয়্, এরপরে তারা তা বলছে কারণ তারা আসলে নতুন আরোপ করা কর প্রদান করতে রাজি না। | 总理表示,“Fiji Water以惯用手法,证明该公司并不在乎斐济或斐济人民,明知声明内容会造成斐济动荡,也并非事实,却仍发出如此声明,只是不想要缴交新税”。 |
19 | …প্রধানমন্ত্রী বলেছেন যদি ফিজি ওয়াটার ফিজির ব্যাপারে আর আগ্রহী না হয় তাহলে ফিজির সরকার এই চুক্তি বাতিল করবে, এরপর তারা এই মূল্যবান সম্পদ উত্তোলনের জন্য গ্রহণযোগ্য এবং নামকরা বেসরকারি কোম্পানীর জন্য আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করবে। | |
20 | ফিজি : দি ওয়ে ইট ইজ, ওয়াজ এন্ড ক্যান বি তে লেখক ক্রসবি ওয়ালেশ যে ভাবে দুই পক্ষ যে পথ বেছে নিয়েছে তাতে উদ্বিগ্ন: ফিজি থেকে ফিজি ওয়াটার ব্যবসা গুটিয়ে নেবার সংবাদ হতাশাজনক বিষয়। | …总理认为,若Fiji Water对斐济已无兴趣,那么斐济政府在取消合约后,“以开放国际投标,让可靠又有声誉的民间企业继续开发这项宝贵资源”。 |
21 | এটা রা প্রদেশে কাজ করতে থাকা কর্মী এবং ফিজির অর্থনীতির জন্য এক আঘাত । আমি তাদের এই মন্তব্যে উৎসাহিত হয়েছি যে তারা সরকারের সাথে পানি সম্পদের উপর আরোপ করা কর নিয়ে সরকারের সাথে কথা বলবে, যেমনটা তারা এই দেশে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে” কিন্তু ফিজির ব্যাপারে তাদের “ এই দেশটি ক্রমে অস্থিতিশীল হয়ে পড়ছে এ রকম মন্তব্যকে এক অসাধারণ বলে মনে হয়েছে। | Crosbie Walsh在Fiji: The Way it is, Was and Can Be担心双方采取的态度: |
22 | এই পর্যায়ে মনে হচ্ছে কোম্পানী এবং সরকার উভয়ে একে অন্যকে মিথ্যুক বলে অভিহিত করছে। | 新闻报导,Fiji Water将撤离斐济,不只是令人失望,更是对Ra省劳工及国家经济一大打击。 |
23 | যখন উভয় পক্ষের অনেক কিছু করার রয়েছে তখন একে বুদ্ধিমত্তার সাথে চালা চাল বলা যাবে না। উপরের পোস্টের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ওয়াই নি মেট বলছে: | 对于该公司表示,“愿意就水资源税问题与政府协商,也希望继续在斐济营运”,我感到乐观,但该公司指称斐济“变得愈来愈不稳定”,我也觉得异常。 |
24 | এটা অবিশ্বাস্য, কারণ, কতজন মানুষ পুঁজিবাদের দ্বারা পরিচালিত এক কুকুর ফিজি ওয়াটারের পক্ষে, যখন তারা তাদের ক্ষমতার দ্বারা দেশটির সুনাম ধ্বংস করতে উদ্যত এবং আমাদের ন্যায্য পানির অংশ থেকে বঞ্চিত করছে, যখন তা একেবারেই আমাদের সম্পত্তি। | |
25 | এ রকম মানুষ সকল, তোমাদের সমস্যা কোথায়? জেগে উঠ। | 依目前情况,该公司与政府都在吓唬对方,当事关如此重大,这并非明智之举。 |
26 | রা-এর এক বাজে সমাজের উন্নয়নের জন্য বাজে এক প্রকল্পের জন্য মন খারাপ করো না। | Wai ni mate留言回应: |
27 | কেউ কি তাদের জিজ্ঞেস করেছে দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য তারা কত টাকা কর দেয়? তাদের লাভের টাকা কোথায় যাচ্ছে? | 这么多人成为Fiji Water的走狗,跟随他们运用权力蹂躏国家声誉,还剥削理应属于所有人的天然资源,实在令人惊奇,各位在想什么? |
28 | লুক্সেমবার্গ? কেইম্যান আইল্যান্ড? | 醒醒! |
29 | আপনি আপনার সর্বশেষ ডলারটি বাজী রাখতে পারেন যে [ফিজি ওয়াটারের মালিক স্টুয়ার্ট এবং লিন্ডা] রেজনসকি যুক্তরাষ্ট্রের কর কর্মকর্তাদের কাছে আয়কর কমানোর পরিকল্পনা করেছে বিশ্বজুড়ে পানি বিক্রির আয় থেকে। | |
30 | এই সমস্ত ব্যক্তিরা ফ্রাঙ্ককে মিথ্যাবাদী বলার চেষ্টা করছে কিন্তু তারা এক কঠিন ধাক্কা খেয়েছে। | |
31 | তিনি গুহায় লুকিয়ে যাবেন না, সেই সমস্ত নিন্দাকারীদের জন্য যারা তার দেশকে অপমান করেছে এবং তার দেশের অর্থনীতির ক্ষতি করেছে। | |
32 | মনে হচ্ছে রেজনিকসরা মনে করেছ যে ফিজি ওয়াটার নামে তারা নিউজিল্যান্ড থেকে পানি বিক্রি করবে। | 别管Ra省的怪异社区计划了,有 没有人问过,该公司海外销售部分缴纳多少税金? |
33 | যাও, এই কাজটি করগে। | 这些利润去了哪里? |
34 | ঘটনাক্রমে তারা কেবল ফিজিবাসীদের নির্বোধ ভাবে না, বিশ্বের অন্য সব বেজন্মাদের বোকা বানাচ্ছে, এক বোতল পানির বোতলকে পূজিত করার মধ্যে দিয়ে। | |
35 | এখন সময় এসেছে এই সব ঠগদের বেরিয়ে যাবার দরজা দেখিয়ে দেবার | 虑森堡? |
36 | ডিসকমবোবুলেটেড বুবু ব্লগ থেকে: | 开曼群岛? |
37 | এমন এক শাসন যা কোন না কোন ভাবে জনপ্রিয় এবং মানবিক বিনিয়োগকারীদের পীড়ন করে, যে সমস্ত বিনিয়োগকারীরা ফিজির জনতার জন্য চাকুরী ও সম্প্রদায়কে সাহায্য করে. এছাড়া ও আমরা ফিজির অবিশ্বাস্য চেহারাকে বিদায় বলতে পারি, সেটা সেই ব্রান্ড যা ফিজি ওয়াটার বাকী বিশ্বের কাছে তুলে ধরেছিল। | 各位可以想见,该公司老板Resnick夫妇必定运用精密复杂的减税 方案,让全球获利避开美国税务单位掌控,这些人想要吓唬总理,但他不会让步,尤其不会对污辱国家及损害经济的人妥协,Resnick夫妇似乎认为,可以在 纽西兰的公司继续用Fiji Water的品牌卖水,去吧,他们不只觉得斐济人是笨蛋,也觉得世界其他热衷瓶装水人士是笨蛋,我们应该请这些洛杉磁恶棍离开了。 |
38 | করের কথা উল্লেখ করলাম না যা এই কোম্পানিটি আমাদের অর্থনীতিকে সাহায্য করার জন্য প্রদান করত। ব্লগ ক্যু ৪. | Discombobulated Bubu博客认为: |
39 | ৫-এ এক নামহীন ব্লগার মন্তব্য করেছে: সামরিক শাসনের ক্ষেত্রে ঠিক এ ধরনের প্রতিক্রিয়া আসে বাজে চিন্তা করা, অর্থ পকেট ভর্তি করার নীতি নিয়ে চলা বোকা সামরিক শাসকদের মাথা থেকে। | 这个政权喜欢欺负人民与良好的投资人,这些企业真心想提供就业机会及社区支持,我们也就此向Fiji Water塑造的良好形象告别,也告别这间公司缴纳有助经济的税金。 |
40 | ঠিক এ রকমটা ঘটে যখন আপনারা দেশের অর্থনীতি দেউলিয়া করে দেন এবং অন্যায্য কর ধার্য করার মধ্যে দিয়ে বেসরকারী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চুরি করার চেষ্টা করেন। | 无名氏在Coup 4.5博客留言: |
41 | ফিজিতে যারা সম্ভাব্য বিনিয়োগ করতে যাচ্ছে তাদের জন্য কি না এক সুন্দর বার্তা… ফিজিতে আসুন এবং বিনিয়োগ করুন যাতে আমরা আপনাদের লাভের উপর কর ধার্য করতে পারি। দেরিতে হলে একটা অবস্থান গ্রহণ জন কোচারনকে ধন্যবাদ… আমি ধারণা করি আপনি তখনই কর্মসূচি গ্রহণ করেন, যখন তারা আপনাকে ধরতে জন্য আসে। | 这是面对恶意的正确回应,军事政府里的笨蛋制定这种抢钱政策,他们让国家破产,于是想透过不公平税法从民间企业偷钱,这对斐济潜 在投资人真是再好不过的讯息…快来投资,我们就能从你的利益中榨取税金,John Cochran的立场很好,但为时已晚…他们也只能在政府采取行动时回应。 |
42 | এই ব্লগ-এর এক মন্তব্যে ফিজি ওয়াটারের ভবিষ্যতের জন্য এক পরিকল্পনা রয়েছে। | 另一则留言对Fiji Water的未来有个想法: |
43 | রা এর জনতার জন্য অর্থ বিনিয়োগ করুন. | 干脆出钱让当地民众能拥有这项资源、这间公司和所有钱。 |
44 | পানির উৎস, ব্যবসা এবং সকল অর্থকে নিজের করে নিন। | 照片来自Flickr用户Seth Anderson,依据创用CC授权使用 |
45 | ছবি সেথ এন্ডারসনের ফ্লিকার পাতা থেকে নেওয়া, সিসি লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। | 校对:Soup |