# | ben | zhs |
---|
1 | দক্ষিণ এশিয়া: অন্যের গোপনীয়তা প্রকাশ করার নৈতিকতা | 南亚:揭发他人隐私的道德问题 |
2 | ইলাস্ট্রেশন রেমণ্ড সালভারটর হারমন-এর, ফ্লিকারের থেকে নেওয়া, সিসি বাই | 图片来自Flickr用户Raymond Salvatore Harmon,依据创用CC BY授权使用 |
3 | উইকিলিকস একটি অলাভজনক আন্তর্জাতিক প্রচার মাধ্যম যা কি না ২৫১,২৮৭ টি গোপন নথি উন্মোচন করে সারা বিশ্বে এক আলোচনার ঢেউ সৃষ্টি করেছে, যা মূলত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সারা বিশ্বে অবস্থিত সে দেশের দুতাবাসসমূহের মধ্যে যোগাযোগের এক বিস্তারিত বিবরণ। | WikiLeaks,一个非营利国际传媒组织最近在国际间引起了轩然大波,因为他们出版了高达251,287件机密文件,其中包含有美国国务院和美国各国领事馆之间的通讯记录。 |
4 | অনেকের কাছে তা কেবলগেট কেলেঙ্কারি নামে পরিচিত। | 许多人将这次的事件称为“电报门事件”。 |
5 | দক্ষিণ এশিয়ার কয়েকজন ব্লগার এই বিষয়ে দ্রুত তাদের মন্তব্য প্রকাশ করেছে। | 一些南亚的博客快速地针对这个议题发表了他们的意见。 |
6 | শ্রীলন্কা থেকে ইন্দ্রজিৎ সমরজিভা মন্তব্য করেছে: | 来自Sri Lanka的 Indrajit Samarajiva 发表以下评论: |
7 | এখানে মূল বিষয়টি হচ্ছে, আমেরিকা দেখতে পাবে যে এক উপকারী মহাক্ষমতাধর রাষ্ট্র হিসেবে সে মাঝে মাঝে কিছু বেদনায় ভুল করেছে। | 这个事件的显示出,美国有能力使自己看起来像一个出于善意而行动的强大国际力量,尽管无法摆脱一些悲剧性的错误。 |
8 | এই ভুল শোধরানোর জন্য তাদের কাছে টাকাও রয়েছে। জর্জ. | 他们也拥有足够 的资金去弥补因为失误所带来的损失。 |
9 | ডাব্লিউ বুশের শাসনামলে আন্তর্জাতিকভাবে দেশটি অনেক অমঙ্গলজনক কাজ করছে, এমন একটি দেশের চরিত্রে পরিণত হয় এবং এটি হয় মূলত তার ব্যাপক বাজে নীতির কারণে একই সাথে (তুলনামূলকভাবে) দেশটি দরিদ্র্য রাষ্ট্রে পরিণত হয়। | 然而在小布希总统执政期间,美国对于国际事务显现出积极参与却不怀好意的态度,多半是透过一些糟糕且贫乏的政策。 |
10 | নথি ফাঁস হয়ে যাওয়াকে মোকাবেলা করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে- ফাঁস হয়ে যাবার বিষয়টি হয়ত খারাপ-আর যুক্তরাস্ট্রের কর্মকাণ্ডগুলো এখনো নিকৃষ্ট কাজ বলে মনে হচ্ছে। | 在这 次的外交漏洞中美国应该要正视的问题是:外交机密泄露是一件糟糕的事情,然而美国本身所采取的行动却更不光采。 |
11 | ইন্দ্রজিৎ একই সাথে জানতে আগ্রহী যে শ্রীলন্কার ক্ষেত্রে কি বিষয় প্রকাশিত হতে পারে: | Indrajit也表示,他对接下来斯里兰卡那方面尚未揭露的文件感到好奇。 |
12 | প্রবাসী ভারতীয় ব্লগার সুপ্রিয় চৌধুরী এই সব গোপন বিষয় সংক্রান্ত নথি ফাঁস করার নৈতিকতা নিয়ে প্রশ্ন করেছে: | 住在国外的印度博客Supriyo Chaudhuri对于揭发他人私密通讯所引发的道德问题提出质疑,他说: |
13 | এখানে যে প্রশ্নটি তোলা যেতে পারে তা হল, এই ধরনের তথ্য ফাঁস করার ঘটনা যা নিঃসন্দেহে নতুন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সুবিধার মাধ্যমে পাওয়া, নৈতিকতার দিক থেকে এই কাজ করা কি ঠিক । সম্ভবত, এর মাধ্যমে একজন পরিষ্কার ভাবে দেখতে পাবে যে সরকার আসলে তার নিজ নাগরিকদের সাথে এক ধরনের তথ্য যুদ্ধে লিপ্ত। | 这次美国外交机密泄露事件,无疑是由资讯与通讯科技的进步所引发的,然而我们更必须去关注一个道德问题:很明显的,美国正在对其 国民进行一场资讯战。 |
14 | মিথ্যা বলার চেয়ে তথ্যে ফাঁস হয়ে যাওয়া কি ক্ষতিকর? | 这次的机密外泄有比美国本身的谎言还要不光采吗? |
15 | নিঃসন্দেহে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আমরা কাজের ক্ষেত্রে আমাদের নিজেদের, স্বায়ত্তশাসিত এবং সরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আরো বেশী স্বচ্ছতা দাবী করতে পারি এবং করি। | 现代人在多方面要求透明化,例如商业,公家机构,还有政府部门。 |
16 | তবে যে কোন ভাবে হোক সাম্রাজ্যবাদী মানসিকতার কিছু লোক এখনো সকল বিরোধীতা সত্ত্বে গণতান্ত্রিক সরকারের ভেতর বাস করে ( সংজ্ঞায় এবং জনপ্রিয় বাস্তবতায়, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র-এর উদাহরণ) এবং স্বচ্ছতা এবং সততা সরকারের ক্ষমতাকে ভয়াবহভাবে হুমকির মুখে ফেলে দেয়। | 但是,某些帝国主义 式的专横心态仍然存在于当今公认最民主的国家,也就是美国。 |
17 | পাকিস্তানের ব্লগ ক্যাফে পেয়ালা, পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্র উইকিলিকস সম্বন্ধে যে সংবাদ প্রদান করেছে তা একত্রিত করেছে। | 这些透明化将严重危害到其政府各项功能与政策的运作与实施。 |
18 | ব্লগটি মন্তব্য করেছে: নিঃসন্দেহে এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সরাসরি পাকিস্তানের সাথে, জড়িত যা অতি দ্রুত এদেশের নাগরিকদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। | 巴基斯坦博客Cafe Pyala汇整了国际各报对于Wikileak事件的评论,Cafe Pyala表示: |
19 | কিন্তু তা সংবাদের বিচারে দেখা যা ভূ-কৌশলগত বাস্তবতার গুরুত্ব হিসেবে বিচার করলে এবং সম্ভাব্য বিশাল ঘটনা প্রভাবের কারণে, আপনি কি বলবেন না যে, সৌদি আরব নামক রাষ্ট্রের ইরানের স্থান দখলে নিতে চাওয়ার ইচ্ছে, সে দেশের বাদশাহ আবদুল্লাহ যে মনে করে পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি একজন হেরে যাওয়া ব্যক্তি, তার চেয়ে সামান্য বেশী গুরুত্বপূর্ণ? | 显而易见的,这次事件所泄漏出有关巴基斯坦的部份,对于该国国民有立即性的影响,但是各报对于巴基斯坦部分的讨论仅于地理战略上 的重要性。 |
20 | অবশ্যই, এটা হয়ত সংবাদের আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু এখনো এটাকে আমার কাছে এক কৌতুহলজনক বিষয় যে পাকিস্তানের কোন দৈনিক প্রকাশনা মাধ্যম এই বিষয়ে কোন সংবাদ প্রকাশ করেনি। | 你会说沙乌地阿拉伯想要征服伊朗这件事,只比Abdullah 认为 Zardari 是个失败者还要重要一点点而已吗? |
21 | কি ভাবে পাকিস্তানী সংবাদ মাধ্যম ‘কেবেলগেট' নামক ঘটনাটিকে দেখছে পাকিস্তান ফরেন পলিসি ব্লগের ফাহিম হায়দার সেই বিষয় নিয়ে আলোচনা করছে: | 当然,这只是我个人意见,但我实在认为巴基斯坦平面媒体对此只字不提感到玩味 |
22 | সৌদি বাদশাহ আবদুল্লাহর ভৎসনার দিকে নির্দেশ করে ‘ যখন মাথায় পচন ধরে তখন সারা শরীরে তার প্রভাব পড়ে'-এর দিক নির্দেশ করে (যৌক্তিক হুমকি?), ডানপন্থীরা পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারিকে অভিযুক্ত করেছে । মধ্যপন্থী এবং রাজনীতিতে মাঝামাঝি জায়গায় অবস্থানকারীরা সার্বভৌমত্বের কথা বলছে, যেমনটা তারা সবসময় বলে থাকে। | 在巴基斯坦的外交政策博客的Faheem Haider,讨论了巴基斯坦媒体如何看待“电报门事件”,他说: |
23 | এর উত্তরে, যুক্তরাষ্ট্র সবসময় সহযোগিতা প্রদান করার যুক্তি প্রদান করে, জারদারির সরকার এবং পাকিস্তানের পারমাণবিক ও সামরিক জটিলতার বিষয়ে সবসময় সমালোচনার বিষয়টি অস্বীকার না করেই, তারা পাকিস্তানের সাথে যে সহযোগিতামূলক সম্পর্ক, সেটিকে সবসময় উপভোগ করে আসছে।. | 右派人士一方面指责巴基斯坦总统扎尔达里,一方面关注到沙乌地阿拉伯国王Abdullah对于扎尔达里的非难:“头部腐烂了,身 体也难逃相同的命运。” |
24 | ভারতের জাতীয় আগ্রহের উপর তৈরি করা ব্লগ দি একর্ন। | 右派与中间派人士则一如往常地将焦点放在国家主权的部份。 |
25 | ব্লগটি উইকিলিকসের প্রভাবের ব্যাপারে উদ্বিগ্ন: | 同时美方也有所回应,指出美国将继续保持与巴基斯坦的愉快合作关系,不会 因为扎尔达里政府被批评而收回友谊,也不会拒绝他们持续表明反核与反军工业的行动。 |
26 | এটা পরিষ্কার নয় যে, জনতা এবং সরকারের অংশগ্রহণ করা কাজের মধ্য অস্বস্থিকর পরিস্থিতি সৃষ্টি না করেই, উইকিলিকস বিশ্বের ঘটনাবলীর উপর সবচেয়ে বড় প্রভাব সৃষ্টি করেছে। | Acorn,一个关心印度国际利益的博客,对Wikileaks的影响力感到忧心并表示: |
27 | বিষয়টি এমন নয় যে মধ্যপ্রাচ্যের লোকজন জানে না যে তাদের নেতার কত দুর যেতে পারে, এবং যুক্তরাষ্ট্র তাদের নেতাদের সম্বন্ধে কি ভাবে। | 目前并无法确定,Wikileaks对各国人民与政府产生的影响,是否有比引发难堪处境更为严重的。 |
28 | এটা যেন এমন যে, চীন তার গণ বিধ্বংসী অস্ত্র নির্মাণ, কেবল কিছু নথি প্রকাশের কারণে বন্ধ করে দেবে। | 中东国家的人民早就就清楚他 们领导人的倾向,或美国官方对他们的想法;中国也不会因为在电报文件中指名道姓,而不再扮演世界上最恶名昭彰的大规模毁灭性武器散播者。 |
29 | যে কোন বাস্তবতায় বলা যায়, রাজনীতিবিদদের চামড়া মোটা। | 政客们总是有厚于 常人之脸皮。 |
30 | সরকার এবং বিভাগীয় সংরক্ষণাগারে তথ্য প্রদর্শন করার ক্ষেত্রে যদি এক প্রতিবন্ধকতার ধারা প্রয়োগ করা হয়, তাহলে কি ঘটতে পারে। | 接下来会发生的可能是,各政府与各部门在资讯分享交流方面可能会开始有所限制。 |
31 | এরপর এক প্রক্রিয়ার শুরু হয়, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য এক সাথে করার ব্যর্থতার ফলাফলের কারণে ঘটে, যে প্রক্রিয়া থাকলে তা হয়ত ৯/১১ এর ঘটনা ঘটার পূর্বে উন্মোচন করতে পারত-এবং বিশ্বের অনেক দেশের সরকার এই প্রক্রিয়া গ্রহণ করেছিল, যার মধ্যে ভারত সরকার অর্ন্তভুক্ত রয়েছে- উইকিলিকসের প্রযুক্তির ক্ষমতাকে অপব্যবহারের মধ্যে দিয়ে তার হয়ত ইতি ঘটতে যাচ্ছে। | 自从美国情报单位无法提早从资料中拼凑出信息,以揭发911事件之后,各国 政府(包括印度)纷纷采用新的情报交换技术,然因为Wikileaks对于情报科技的滥用,这一切可能会终止。‘ |
32 | সরকারের “ইনফরমেশন ফিউশন” বা ‘তথ্য একত্রিত করণের' বিষয়টির উপর প্রথম ক্ষতিটি ঘটল জনাব. | 政府间的讯息融合互换',可能会是在维基 解密创始人Assange责任之战之下的第一个牺牲者。 |
33 | অ্যাসাঞ্জের দায়িত্ববান হবার যুদ্ধের মধ্যে দিয়ে। | 校对:Portnoy |