# | ben | zhs |
---|
1 | ভারত: অস্কার পুরষ্কারে বাজিমাত করেছে স্ল্যামডগ মিলিওনিয়ার | 印度:《贫民百万富翁》风靡奥斯卡奖 |
2 | ভারতে রচিত একটি উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি বৃটিশ সামাজিক চলচ্চিত্র ড্যানিয়েল বোয়েলের স্ল্যামডগ মিলিওনিয়ার ৮১ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড উৎসবে একদম বাজিমাত করে দিয়েছে। | |
3 | এর ব্রিটিশ এবং ভারতীয় কর্মীরা সেরা চলচ্চিত্রের পুরষ্কারটি সহ মোট ৮ টি পুরষ্কার জিতে নিয়েছে। এটি ছিল সত্যি ভারতের দিন যেহেতু ভারতের উপর নির্মিত্ত অন্যএকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মাইল পিনকি'ও একটি অস্কার জিতেছে। | 由英国导演丹尼鲍伊(Danny Boyle)执导的电影《贫民百万富翁》(Slumdog Millionaire)改编自一本印度小说,这部作品横扫第81届奥斯卡颁奖典礼,来自英国与印度的团队抱回最佳电影等八个奖项,当晚可说是印度之夜,同样以印度为主的记录短片《Smile Pinky》也获得一座奖项。 |
4 | হলিউডে স্ল্যামডগ মিলিওনিয়ার এর অভিনেতা অভিনেত্রীদের একটি অংশ - ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী কৌশিক এবং ব্যবহার করা হয়েছে ক্রিয়েটিভ কমন লাইস্যান্স এর অধীনে। | |
5 | সারা বিশ্বের মানুষ দেখেছে পুরষ্কার বিতরণী উৎসবটি। কেউ কেউ আবার সরাসরি ব্লগিং করছিল যেমন সেপিয়া মিউটিনি। | 《贫民百万富翁》部分演员登上好莱坞红地毯,照片来自KaushiK™,依据创用CC授权使用 |
6 | সরাসরি সম্প্রচারের সময় মিনিটের মধ্যে শত শত টুইটার ম্যাসেজ প্রকাশিত হয় যেখানে রাজেশের মত কণ্ঠস্বর বলে ওঠে: | |
7 | ভারত এখন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে নো বর্ডার এবং বাইনারি ব্লগে প্রেরনা বলেন: | 全球各地民众都收看了颁奖典礼实况,Sepia Mutiny等博客还进行即时文字转播,还有无数人在Twitter上留下讯息,例如Raajesh表示: |
8 | পর্যটন ভিসায় ভারতের একদল অনুপ্রবেশকারী এবং তাদের ব্রিটিশ সহযোগী এসে বহুপ্রত্যাশিত এবং সম্মানের অস্কার দেশে নিয়ে গেছে যা পৃথিবী দেখলো। | |
9 | বিশেষ করে, একজন, এ আর রহমান বিস্মিত এবং অভিভূত করেছে সকলকে তার সুরের প্রজ্ঞায় এবং সে কথাও বলছিল তামিলে। | |
10 | এটা আমেরিকা, ইংরেজী ভাষা যেখানে সর্বত্র চলে!! | Raajesh:印度此刻位于世界中心 |
11 | এবং অবশ্যই অনেকে আছে যারা ভারতীয়দের অস্কারে অনুপ্রবেশ পছন্দ করেনি: দেখেছ? | No Borders and Binaries博客的Prerna表示: |
12 | এই ভারতীয়রা সব অস্কারগুলো ঝেড়ে নিয়ে যাচ্ছে! প্রথমে নিয়েছে আমাদের কল সেন্টারগুলো, এখন অস্কারগুলো। | 一群印度入侵者和英国盟友拿着观光签证入境,在众目睽睽下抱回奥斯卡奖,其中A R Rahman用音乐长才迷倒众人,还使用Tamil发言,这里是美国,只准说英语! |
13 | এর পরে কি? | 当然也有许多人不喜欢见到印度人入侵奥斯卡奖: |
14 | অনেক ভারতীয় ব্লগার ‘স্ল্যামডগ মিলিওনিয়ার' এর কৃতিত্বকে প্রশংসা করায় উৎসুক ছিল না। এই সিনেমা সম্পর্কে অনেক ভারতীয়র মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে গ্লোবাল ভয়েসের আগের একটি পোষ্টে। | Sophmom: @MarilynM 谢谢,我还以为只有我已经看腻《贫民百万富翁》了,不过也别太认真,放松点。 |
15 | মুম্বাইয়ের অনেক বস্তিবাসী, যেখানে সিনেমাটি শুটিং করা হয়েছিল, এর বিরুদ্ধচারণ করেছে কারণ সিনেমাটিতে তাদেরকে বস্তির কুত্তা বলা হয়েছে। মিরা সিনহা লেখেন: | Skineval: 天啊,这些印度人真是横扫奥斯卡奖,先是客服中心,现在是奥斯卡,接下来是什么? |
16 | স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রটি ভারতীয় দারিদ্রতার কোন সংঙ্গা মনে করে দেখা উচিৎ নয় ধরনের আবেগ সত্ত্বেও, চলচ্চিত্রটি আটটি অস্কার জেতার পর ভারতকে খ্যাতির আলোকে দেখাটা বেশ উত্তেজনাপূর্ণ। | |
17 | আমি আরও বেশী লেখার জন্য উদ্বুদ্ধ, কিন্তু আমি উদযাপন মুহুর্তগুলো তুলে ধরব এবং চলচ্চিত্রটি সম্পর্কে আমার নিজস্ব ধারণা সম্পর্কে বিস্তৃত বর্ণনা হতে বিরত থাকব। র্যানডম থটস অফ আ ডিমেন্টেড মাইন্ড এ গ্রেট বন্গ অতটা মুগ্ধ ছিলনা যদিও: | 也有许多印度博客对这部电影的成绩不太热情,全球之声在先前报导[中文]里,也记录印度民众对《贫民百万富翁》的复杂情绪,孟买是电影取材实境所在,当地许多贫民区居民便不断抗议,不愿接受「贫犬」这个称呼。 |
18 | প্রথমে বলতে হয় অ্যাকাডেমি বিচারকরা যেসব বিষয় সহানুভুতির সাথে দেখে স্ল্যামডগ মিলিওনিয়ার বেশ সুচিন্তিতভাবে এবং কার্যকরভাবে তাদের অনেকগুলিকেই তুলে ধরেছে। | |
19 | একটি পরীক্ষায় পাশ করার জন্য, মেধায় সর্বোত্তম হওয়ার কোন প্রয়োজন নেই- এমনকি একজন গড়পড়তা ব্যক্তি অনেক ভালো করতে পারে যদি সে শিক্ষককে সন্তুষ্ট করার ‘পন্থা'টা ধরতে পারে এবং তা সীমিত পাঙ্গমতার মধ্যেও যথাযথভাবে পূরণ করতে পারে। | |
20 | স্ল্যামডগ মিলিওনিয়ার সেটাই প্রশংসাজনক ভাবে করেছে। | Meera Sinha指出: |
21 | হিতেশ বাগাই তার বিষ্ময় প্রকাশ করেছে একটি টুইটার ম্যাসেজে: কেন ভারত/চীনের দারিদ্রতা নিয়ে একটি ছবি অস্কার পায় আর একটি হাসিখুশি বিষয়ের ছবির কোন মূল্যায়ন হয় না? | 虽然我不觉得《贫民百万富翁》应成为印度贫困现况的象征,但看到它获得八座奥斯卡奖,让印度成为全球镁光灯焦点,还是令人兴奋,我还想写得更多,但仍决定此刻让人们继续庆祝,不细述我对这部电影的其他看法。 |
22 | ইমাজিন্ড ইউনিভার্স এ লেখনী খুঁজতে চেষ্টা করেছেন “ কেনো ভারতীয়রা স্ল্যামডগ মিলিওনিয়ার কে ঘৃণা করছে?” | Great Bong at Random Thoughts Of A Demented Mind博客也不是太满意: |
23 | আমি অবাক হই যদি চলচ্চিত্রটিতে আমদের মূল আপত্তি এই কারনেই হয়ে থাকে যে এটি ভারতের এমন এক অংশকে চিত্রায়িত করেছে যা আমরা দেখাতে চাই না। আমরা সচারচর আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপরে উঠে আসা মধ্যবিত্তদের উদযাপন করতে পছন্দ করি। | 《贫民百万富翁》触及许多奥斯卡奖评审众所周知的弱点,面对考验时,我们不一定得有最杰出的表现,若能瞭解「制度」,并依照外界的期待行事,平凡人也能有卓越成果。《 |
24 | আমরা আমাদের নতুন শপিং মল এবং কাচে ঘেরা দালানকে তুলে ধরতে পছন্দ করি। | 贫民百万富翁》即为一例。 |
25 | চলচ্চিত্রটি মধ্যবিত্তের উন্নতির অতকিছু দেখায়নি। | Hitesh Bagai在一则Twitter讯息里表示: |
26 | এটি দেখিয়েছে সেই অন্য ভারতকে যা আমাদের অনেকেই ভাল করে জানে না, অথবা ভাবতেও চায়না - দরিদ্র ভারতকে যা সকল সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্রই রয়ে গেছে। | |
27 | টাটভাম (ভেতরের সত্য) ব্লগে শ্রীপ্রিয়া চলচ্চিত্রটি পছন্দ করেছেন এবং লিখেছেন: | 为什么一部描述印度/中国贫困的电影可夺得奥斯卡奖与肯定,一部快乐的电影却无人欣赏? |
28 | কেন কোন একজন চলচ্চিত্র নির্মাতা একটি শহর বা একটি দেশকে সঠিকভাবে ফুটিয়ে তোলার বোঝাটি কাধে নেবেন? তিনি তো কোন ডকুমেন্টারী তৈরী করছেন না। | The imagined Universe博客的Lekhni试图瞭解,「为何印度人讨厌《贫民百万富翁》?」: |
29 | বলার মত এখানে একটি গল্প আছে। যা একটি শহরের সামান্য অংশে সীমাবব্ধ যা নেয়া হয়েছে একটি কাল্পনিক জীবন এর দর্শন হতে। | 印度人们反对这部电影的主要理由,会不会是因为揭露我们不想让外界看到的部分,我们希望歌颂经济成长与进步的中产阶级,希望展现 新购物中心与玻璃帷幕大楼,但电影里未呈现太多中产阶级印度的繁荣,反倒曝露出许多人不甚熟悉或不愿想起的印度,那个在经济成长下仍旧贫穷的印度。 |
30 | চলচ্চিত্র নির্মাতার কাজ হলো তার ক্ষমতার সর্বোত্তম উপায়ে সেই গল্পটা বলা। এবং ড্যানি বয়েল ঠিক সেই কাজটিই করেছেন। | Tatvam (Inner Truth)博客的Shripriya Mahesh喜欢这部电影,他指出: |
31 | এবং আমি তার ফলাফলে খুশি। | 为何电影导演得背负再现一座城市或国家的责任? |
32 | প্রেরণা ভারতের (মেধা ও) সামর্থ্যকে নির্দেশ করেছেন এবং উপসংহার টেনে বলেছেন: | |
33 | অবশ্যই, এটি ‘ভারতীয় বিষয়' এর উপর একজন বৃটিশ পরিচালককে সিনেমা নির্মানে উদ্বুদ্ধ করেছে এবং ভারতীয় কলাকুশলী যারা বিগত বহু দশক ধরেই উচুঁ মানের কাজ করছেন (যেমন গুলজার, এ আর রহমান, পোকুটি) তাদের অস্কার জিতিয়েছে। | |
34 | স্ল্যামডগ মিলিওনিয়ার কোনভাবেই বলিউডের তালিকার উপরের সিনেমার ধারেকাছে নয়। এটি গতানুগতিক ‘টাকার সাথে লড়াইয়ে ভালবাসাই জয়ী হয়' ধরনের বহুল পরিক্ষীত এক সাধারণ চিত্রনাট্য। | 又不是拍摄记录片,而是要说故事,其中牵涉到一座城市的部分景观,从一个虚构角色观点切入,导演的任务是尽力述说这个故事,这正是丹尼鲍伊这位导演的成就,我个人很喜欢成品。 |
35 | এবং এটি এ আর রহমান বা গুলজার এর সেরা কর্মও নয়। | Prerna强调印度的能耐后,结论是: |
36 | একই সাথে এটি উৎসাহব্যঞ্জক যে ঐ সুরের কৃত্তিমানরা অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল যার জন্য তা শেষমেষ একটি ভারতীয় চলচিত্রই। যাই হোক, এটা সাফল্যের জন্য কোন মানদন্ড হওয়া উচিৎ নয়। | 印度得靠一位英国导演,拍摄一部以印度为主题的电影,才能让努力数十年的印度电影从业人员获得奥斯卡奖肯定,如Gulzar、A R Rahman、Pookutty等人,同样是以真爱超越金钱为主题,《贫民百万富翁》离宝莱坞一级影片还差得远,这也不是Gulzar或A R Rahman从影以来最佳演出,但看到这些杰出演员因为这部印度电影,终于获得国际肯定,实在令人震撼,但这不是成功的记号,A R Rahman并不需要好莱坞,是好莱坞需要他。 |
37 | এ আর রহমানের হলিউডকে প্রয়োজন নেই; বরং হলিউডের প্রয়োজন তাকে। | 恭喜《贫民百万富翁》,也恭喜所有将这部电影视为印度片的每位印度人。 |
38 | যাইহোক তারপরও অভিনন্দন, স্ল্যামডগ মিলিওনিয়রকে এবং প্রত্যেক ভারতীয়কে যারা এটিকে তাদের সিনেমা মনে করে। | 校对:Soup |