# | ben | zhs |
---|
1 | বাহরাইন: জাতীয় নিরাপত্তা অবস্থা জারি করা হয়েছে | 巴林:启动国安状态 |
2 | এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | 巴林国王Hamad bin Isa Al-Khalifa在2011年3月15日宣布启动国安状态,并全权授予军方维持国家安全,时间距离2月14日发生于巴林首都麦纳麦的示威正好届满一个月。 |
3 | বাহরাইনের রাজধানী মানামায় গত ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া বিক্ষোভের একমাস পর গত মঙ্গলবার ১৫ মার্চ, ২০১১ তারিখে বাহরাইনের মহামান্য বাদশাহ হামাদ বিন আল-খলিফা জাতীয় নিরাপত্তার পূর্ণ প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা প্রদান করেছেন। | |
4 | বাহরাইন অর্থনৈতিক সৈকত ও বাহরাইন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ তীব্র হচ্ছিল। | 目前,抗争行动已逐渐升温。 |
5 | টু্ইটে ঘোষণাটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। | 在金融港及巴林大学等地,参与者、警方和趁乱打劫的匪徒冲突不断。 |
6 | অনেকের মতে বিষয়টি সামরিক শাসন। | 网友普遍感到困惑,不明瞭皇室此番发言背后的含义,许多人认为其代表着颁布戒严。 |
7 | গত ১৪ই মার্চ সোমবার উপসাগরীয় সহায়তা কাউন্সিলের পেনিনসুলা শিল্ড ফোর্স বাহরাইনে প্রবেশের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি সূত্রপাত ঘটে। | 发言的时刻正挑选在海湾阿拉伯国家合作委员会于14日(周一)派出“半岛防护军”进驻巴林之后。 |
8 | GCC Troops | GCC军队 |
9 | @ইশানকুহেজি: বিটিভিতে প্রদত্ত সরকারি ঘোষণার বিষয়ে বিগত টুইটকে নিশ্চিত করতে বিডিএফ এর অধীনে “জাতীয় নিরাপত্তা” পরিস্থিতি অথবা সামরিক শাষন আজ থেকে শুরু হচ্ছে। @ফেতুনবিনতেআহমেদ বলেন [আরবী]: | 网友WafflesBahraini提供照片及讯息:GCC军队照片#2 #Bahrain http://twitpic.com/49g8mn |
10 | যারা বুঝতে পারছেননা তাঁদের উদ্দেশ্যে বলছি। আমরা তিন মাসের জন্য সামরিক শাসনের আওতায় এবং তাঁদের এই সঙ্কট সমাধানের জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে” | 确认稍早的推特留言是来自BTV的官方讯息,一个“国安”状态,或说BDF辖下的戒严令于今日开始@ehsankoohej |
11 | @ইবতিসামবাহার: সামরিক শাসন! | @FetoonBintAhmed表示[阿拉伯文]: |
12 | এখন কোনো ভীতি ছাড়াই আমি ঘুমাতে পারবো! | 不懂这意思的人照过来.. |
13 | আল্লাহকে ধন্যবাদ, বাদশাহকে শুকরান। | 我们未来的三个月将受制于军事规章,而且他们能自由地如此箝制我们,以解决这国家危机。 |
14 | নোট: আরবিতে শুকরান অর্থ ধন্যবাদ । | @EbtisamBahar:戒严令! |
15 | @সিকোনিয়ানগার্ল : এটা ঠিক সামরিক শাসন নয়। এটা ৩ মাসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা #বাহরাইন#লুলু#ফ্রেব্রু১৪ | 感谢阿拉,感谢〈译注:此处原文为Shukran,即阿拉伯文的谢谢〉陛下,这下我终于能睡得安稳了。 |
16 | @লাইলাআলমুঘানি বলেন [আরবী]: | @SiconianGirl:这不是戒严,只是三个月的国家安全状态宣言。 |
17 | জরুরি অবস্থা মানে তাঁরা বিচার ছাড়াই যেকোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারবে। | #Baharin #lulu #feb14″ |
18 | @বিএইচআর১৪এন বলেন [আরবী]: | @LailaAlMoughani表示[阿拉伯文]: |
19 | “বাদশাহ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজকীয় নিরাপত্তা বাহিনীকে বাহরাইনী জনগণকে গণহত্যার অধিকার দিয়েছেন” | 这表示紧急状态启动,也就是他们可以不经审判便处决你。 |
20 | @ইসামোহামেদ বলেন [আরবী] | @BHR14N表示[阿拉伯文]: |
21 | “বাদশাহর ফরমান। | 国王授权国防部、皇家军队和国安机关屠杀巴林人民。 |
22 | জাতীয় নিরাপত্তা অবস্থা ঘোষণা। | @IsaMohamed表示[阿拉伯文]: |
23 | অভিনন্দন সেনা বাহিনীর হাতে নিরাপত্তার দেশ আগের চাইতেও ভালো অবস্থায় ফিরে আসবে। সবাই আনন্দ করো” | 国王的命令宣布启动国安状态,真是恭喜大家了,这国家将从来没有这么好过,安全被掌握在军队的手中,大家一起来庆祝吧。 |
24 | @এমদাসি: কেউ কি বলবেন এটা কার সামরিক শাসন? | @MDaaysi:我能够问一声是谁下的戒严令吗? |
25 | যেখানে বাদশাহর “কোন ক্ষমতা” নেই এবং সৌদী সৈন্যরা ঢুকে পরছে#বাহরাইন | 如果国王已经丧“权”,阿拉伯的军队又已经进驻 #Bahrain |
26 | @ওসামা _আলাবসি: ব্যখ্যা: “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” মানে “সামরিক শাসন” নয়। | @Ausamah_Alabsi:澄清:国安状态不等于戒严令,它层级较低,宪法中载明此两者不相同。 |
27 | এটা সামরিক শাসনের এক ধাপ নিচের অবস্থা। সংবিধান তাই বলে। | @Ausamah_Alabsi:国安状态与戒严令的不同处在于,宪法于前者仍然适用。 |
28 | @ওসামা _আলাবসি: : “ জাতীয় নিরাপত্তা পরিস্থিতি”এবং “সামরিক শাসন”-এর মধ্যে পার্থক্য হলো “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” -তে সংবিধান স্থগিত হয় না। | @Hrmsless 表示[阿拉伯文]: |
29 | @হার্মসলেস বলেন [আরবী]: “আমরা বিচলিত নই এবং আমরা আমাদের অধিকারের বিষয়ে আপস করবোনা এবং কোন জরুরি আইন, সামরিক শাসন আমাদেরকে প্রতিহত করতে পারবেনা।” | 我们的立场仍然坚定,且我们不会停止抗争、投降或放弃我们的权利,紧急状态的法律或者戒严令都无法阻挡我们。 |