# | ben | zhs |
---|
1 | ব্রাজিল: গৃহহীনদের কাছে বই পৌঁছে দিচ্ছে বাইসাইকেল | 巴西:为游民提供书籍的行动图书馆 |
2 | ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়,এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা [পর্তুগীজ]। | 好点子无国界, Bicicloteca脚踏车就是这样的一个例子。 |
3 | এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় । | 它是脚踏车形式的小型图书馆,穿梭于巴西圣保罗城市的各个角落。 |
4 | এই প্রকল্পটি রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার জন্য একটি সৃষ্টিধর্মী এবং গতিশীল প্রচেষ্টা। | 这个计划对于生活在城市中的游民来说,是相当新奇且鼓励阅读的方式,因为图书馆通常需要身分证件与居住证明才能借还书籍,而这些正都是游民所没有的。 |
5 | কারণ একজন পাঠককে গ্রন্থাগার থেকে বই ধার নিতে গেলে সাধারণত ব্যক্তিগত পরিচিতি এবং বাসস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন হয়, যা এই গৃহহীনদের নেই। | Bicicloteca的出现即在此需求下蕴孕而生,也获得圣保罗居民、媒体与企业界的支持。 |
6 | সাও পাওলোতে বিচ্চিলোতেচা। ছবি ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির তোলা। | 至2012年8月,这样传递书籍与鼓励阅读的方式已届满一年。 |
7 | সিসি বাই-এনসি ২. ০। বিচ্চিলোতেচার চালকের নাম রবসন মেন্দনচা নামের একষট্টি বছর বয়সী এক গ্রন্থাগারিক, যিনি সাওপাওলোর রাস্তায় বসবাস করতেন। | Bicicloteca的车主是61岁的罗伯森·曼多夏(Robson Mendonça),过去曾是游民的他,在阅读乔治·欧威尔的小说《动物农庄》后,改变了他的人生观,这令他确信阅读能转变命运。 |
8 | জর্জ অরওয়েল রচিত অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি পড়ে তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। | 曼多夏不吝于分享经历以便他人仿效。 |
9 | তিনি বিশ্বাস করেন পাঠাভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়। | 在另一个报导中谈到的Ocas杂志小贩旁,或是为无家可归的人民发声的游行运动之中,都可看见他的身影。 |
10 | রবসন মেন্দনচা এই পথটি উন্মুক্ত রেখেছেন যেন অন্যরা তা অনুসরণ করতে পারে, সেজন্য তিনি ওচাস (ওচাস [পর্তুগীজ]) পত্রিকা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় বেড়িয়ে পড়েন। | 以下影片是 Bicicloteca 计划在圣保罗的执行情况: 巴西圣保罗的Bicicloteca。 |
11 | বিষয়টি নিয়ে অন্য একটি পোস্ট এবং মেন্দনচা ও গৃহহীনদের সমর্থক হাজারো মানুষের নেতৃত্বে পরিচালিত মভিমেন্ত এস্তাদুয়াল দা পপুলাচাও এম শিতুয়াচাও দে রুয়া [গৃহহীনদের জন্য জাতীয় আন্দোলন] এ ইতঃপূর্বে আলোচিত হয়েছে। | 照片:GreenMobility on Flickr (CC BY-NC 2.0) |
12 | নীচের ভিডিওতে সাও পাওলোয় বিচ্চিলোতেচার কার্যক্রম দেখা যাচ্ছে: এই উদ্যোগটি ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ (আইভিএম, পরিবেশবান্ধব পরিবহণ সংস্থা) নামক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচির অংশ। | 这是“绿色行动力研究所”(Instituto Mobilidade Verde)其中一项计划。 |
13 | আইভিএম একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যা শহরের জন্য বিকল্প ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। সংস্থাটির সভাপতি লিঞ্চলেন পাইভা ইমেইলে উদ্যোগটি কীভাবে শুরু হলো, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন: | 这个非营利、政府的组织,极关注于替代与永续使用的运输方式,在电子邮件中,组织负责人派瓦(Lincoln Paiva)谈论起计划是如何开展: |
14 | বিচ্চিলতেচা বিশ্বের বিভিন্ন স্থান থেকে উঠে আসা একটি স্বাধীন আন্দোলন, যার উদ্দেশ্য যথাসম্ভব সস্তায় ও সহজে সেই স্থানে পৌঁছানো যেখানে প্রথাগত গ্রন্থাগার পৌঁছাতে পারে না। | Bicicloteca是源自于全球许多地方的独立行动,企图深入一般图书馆无法触及的地区,并尽量以最方便、省钱的方式执行。 |
15 | গৃহহীনদের জন্য বিচ্চিলতেচা জন্ম হয়- রবসন মেন্দনচার সঙ্গে আমার আলাপের পর। | 我在一次与曼多夏会面后,便开始构思游民图书馆的概念。 |
16 | রবসন মেন্দানচা একজন ভূতপূর্ব রাস্তাবাসী মানুষ, যে ‘অ্যানিম্যাল ফার্ম' উপন্যাসটি পড়ার রাস্তায় বসবাস ছেড়ে দেয়। | 在绿色行动力研究所捐赠第一辆单车后,开始陆续有民间机构捐助我们。 |
17 | ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রথম বিচ্চিলোতেচাটি দান করে, বাকিগুলো এসেছে বিভিন্ন ব্যক্তিগত অনুদান থেকে। | 一年以来,在没有任何政府机构协助下,Bicicloteca 书籍的借阅次数超过10. |
18 | একবছরের মধ্যে বিচ্চিলতেচা ১০৭, ০০০ টি বই কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ঋণ দিয়েছে এবং আরো ৩০,০০০ বই সংগ্রহে যোগ করতে যাচ্ছে। | 7万次,藏书量则超越3万本。 |
19 | বর্তমানে ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রকল্পটি তত্ত্বাবধান করছে, পাশাপাশি এই প্রকল্প গ্রহণে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোর কাছে তা পৌঁছে দেবার জন্য কাজ করে যাছে। | 近来,绿色行动力研究所开始监督此项行动,并且与有意参与的非政府组织合作。 |
20 | বিচ্চিলতেচা দৃষ্টিহীনদের ব্রেইল (অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতিতে ছাপা) বই ধার দেয়, জনবহুল চত্বরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন সড়কে (ঐতিহাসিক পদযাত্রা)'র অয়োজন করে। | Bicicloteca 也有提供给视障者阅读的盲人点字书,也在公共广场宣扬计划的各项活动,例如在街道上举办历史之廊的活动。 |
21 | প্রকল্পের লোগো, ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির সৌজন্যে। | 这些努力均得到正面的认可,绿色行动力研究所和Bicicloteca计划都获得“永续公民奖”环境与文化类的提名。 |
22 | সিসি বাই-এনসি ২. | 计划Logo。 |
23 | ০। এই কর্মসূচিগুলোর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, আইভিএম এবং বিচ্চিলতেচার এই উদ্যোগ পরিবেশ ও সংস্কৃতি বিভাগে টেকসই নাগরিক পুরস্কার ‘প্রেমিও চিদাদাও সুসতেনতাভে' [টেকসই নাগরিক পুরস্কার] এর জন্য মনোনয়ন লাভ করেছে, যা এর কাজের স্বীকৃতি স্বরূপ। | 照片:GreenMobility on Flickr (CC BY-NC 2.0) |
24 | এমনকি সেই দুঃসময়ে যখন কতিপয় মানুষের বিদ্বেষের কারণে উদ্যোগটি বন্ধ হবার উপক্রম হয়েছিল, তখনো সাওপাওলো শহর উদ্যোগটির প্রতি নিজের সমর্থন ও সন্মান প্রদর্শন করেছে। | 尽管计划一度面临可能腰斩的困境,圣保罗市的大众仍表示肯定以及尊敬。 |
25 | ২০১১ সালের সেপ্টেম্বরে বিচ্চিলতেচা চুরি হয়ে যায়, কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টির গুরুত্বপূর্ণ প্রচার চুরি হওয়া উপকরণগুলো উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। | 在2011年九月Bicicloteca单车曾遭窃,之后在媒体大幅报导下,Bicicloteca单车得以失而复得。 |
26 | কতিপয় মানুষের এই বিদ্বেষ, বিচ্চিলতেচা প্রেমীদের সংহতি আরো দৃঢ় করে তোলে, যার প্রতিফলন দেখা যায় মোভেরে তে। | 这场风波后来延烧至群众集资网路平台─Movere,而以影片呼吁圣保罗市民集资12万巴币(约5900美元),使他们能够再制作两辆Bicicloteca。 |
27 | এই মোভেরে একটি অন-লাইন জন-অর্থায়ন (ক্রাউড ফান্ডিং) কেন্দ্র। নিচের ভিডিও চিত্রটির মাধ্যমে দুটি বিচ্চিলতেচা তৈরির জন্য প্রয়োজনীয় ১২ হাজার রেয়াইস সংগ্রহ করা হয়: | Bicicloteca 计划持续努力创新,所到之处都可藉由太阳能提供免费的网路,这项服务并不只限于游民,对于一般大众也扮演着提供资讯、娱乐及文化的网路查询管道。 |
28 | সৃজনশীল প্রয়াসের ধারাবাহিকতায় বিচ্চিলতেচায় যুক্ত করা হয় বিনামূল্যের সৌরশক্তি চালিত অন্তর্জাল সংযোগ যা বিচ্চিলতেচা সর্বত্র বহন করে। | 在巴西,凡Bicicloteca所到之处,都会传递阅读可以转变命运的信念。 |
29 | এবং এটি শুধু গৃহহীনদের জন্য নয়, কোন বাধা ছাড়াই বিচ্চিলতেচা তথ্য-বিনোদন- সংস্কৃতি জগতে সাধারণ মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে। | 而 “无疆界图书馆”组织也秉持同样的信念,为海地当地的弱势人民设立了行动图书馆,提供了他们阅读的机会。 |
30 | ব্রাজিলের যেখানেই বিচ্চিলতেচা যায় যেখানেই একটি বার্তা নিয়ে যায়- বই জীবন পরিবর্তন করতে পারে। | 这世界上一定还有许多不同的地方,可以创造不同以往的创新图书馆。 |
31 | একই ধারণা নিয়ে ‘লাইব্রেরি উইদাউট বর্ডার' নামক একটি সংগঠন ঝুঁকি ও অভাবের মধ্যে থাকা হাইতির মানুষগুলোর জন্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যা এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ। | 译者:Lisa |
32 | পৃথিবীতে গ্রন্থাগার সম্পর্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত সুযোগ রয়েছে। | 校对:FenFen |