# | ben | zhs |
---|
1 | দক্ষিণ আফ্রিকা: সুযোগ পেলে ঈশ্বরকে আপনি কি জিজ্ঞেস করতেন? মেঘের আড়ালে সূর্য লুকায়। | 南非:如果有机会,你会问上帝什么? |
2 | ছবি তুলেছেন ড্যান আভার্ড সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্লগার খায়া ডিলাগনা ইন্টারনেটে সবার কাছে জানতে চেয়েছেন যে সুযোগ পেলে ঈশ্বরকে আপনি কি জিজ্ঞেস করতেন? | 上周,南非博客Khaya Dhlanga 提问网上的朋友们:如果上帝允许你提任何问题,你会问他什么呢? |
3 | তার পাঠকদের জবাব গুলোকে তিনি একটি পোস্টে দিয়েছেন: | 他将一些读者的提问列了出来: |
4 | উত্তরগুলো ছিল মর্মভেদী, মজাদার এবং কোন কোনটি সত্যিই বোকার মত, সব কিছুর জন্যেই আপনাদের ধন্যবাদ। | 有些问题很辛辣,有些令人感动,还有些问题傻傻的。 |
5 | প্রশ্নগুলো এবং এ সংক্রান্ত মন্তব্য গুলোও বেশ মজার ছিল। | 感谢所有提问的人。 |
6 | নীচে সেইসব মজার প্রশ্ন গুলো দেয়া হল: | 这些提问和回复很有意思。 |
7 | পল ওয়ালশ: | 我把这些有趣的问题列出来: |
8 | কে এফ সির গোপনীয় রেসিপি কি? | Paul Walsh: |
9 | থাবিসো র্যামোলেফে: | KFC的神秘配方是什么? |
10 | আমার বিলিয়ন র্যান্ড (সাউথ আফ্রিকান মুদ্রা) কোথায় লুকিয়ে আছে? | Thabiso Ramolefe: |
11 | বাথাবাইল ডিলুলা: | 我的宝藏在那里? |
12 | পৃথিবীতে আমার শেষ দিন কোনটি প্রভু? | Bathabile Dlula: |
13 | অডওয়া ডুমিসানি ডান্ডালা: | 我什么时候会离开这个世界,亲爱的上帝? |
14 | আমি তার কাছে হেটে যেতাম এবং তার দিকে চেয়ে জিজ্ঞেস করতাম কেন? | Odwa Dumisani Dandala: |
15 | * আমার মনে হয় এই প্রশ্নটি আমি যা যা জানতে চাচ্ছি তার উত্তর দেবে। | 我会走到他面前盯着他,只问三个字:“为什么?” |
16 | কেন? | 我想这三个字就代表一切我想问的了。 |
17 | ব্রেন্ডাহ নিয়াকুদিয়া: | Brendah Nyakudya: |
18 | কেন সে কৃষ্ণাঙ্গ মানুষদের নিজেদের ধ্বংস করার মানসিকতা দিয়েছে? | 为什么他给了黑人那么强的自毁倾向? |
19 | থুলানি এমবানদেজেলো: | Thulani Mbandezelo: |
20 | আপনার কেন জুমার [দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি] মত ২৪ ঘণ্টা চালু হটলাইন নেই? | 为什么你不像祖玛一样弄条24小时热线?( |
21 | ওয়াহিদা শফি: | 祖玛是南非总统) |
22 | কেন তিনি আমাদের জীবনে মানুষকে কাছে আনেন যারা আমাদের আবেগাক্রান্ত করে এবং তাদের আবার কেড়ে নেন? | Waheeda Safi: 为什么他赋予人生命,使人有感情,然后又把他们带走呢? |
23 | এবং জীবন এত কঠিন কেন? | 为什么让生活这么难? |
24 | এনকুসিমা এনজিকাওয়েনি: | Ncumisa Ngcaweni: |
25 | আমি তাকে জিজ্ঞেস করতাম অতীতে ফিরে গিয়ে হাওয়াকে সাপ কর্তৃক প্রতারিত হতে বা আদম কর্তৃক ঈশ্বরের নির্দেশ অমান্য করতে বাধা দেয়া থেকে বিরত রাখা সম্ভব কিনা। | 我会求他使时光倒转,让夏娃不被毒蛇引诱,或者让亚当在夏娃面前坚强,不让她违反神的旨意,或者不和她一起违反神的旨意。 Cruella Shirley Snook: |
26 | ক্রুয়েলা শার্লি স্নুক: | 你的详细地址是什么? |
27 | আপনি কোথায় থাকেন এবং আপনার ফোন নম্বর কত? | 你的电话多少号? |
28 | সারাহ জাজ: | Sarah Judge: |
29 | ইশ্বর কে? | 上帝是谁? |
30 | ইয়োলান্ডে জর্ডান: | Yolande Jordaan: |
31 | সত্যি বলেন তো আপনি কেন মানুষ বানিয়েছেন, যদি জানতেনই আমরা অনিষ্ট করব? | 你为什么造人管理世界,你知道我们会搞砸吧? |
32 | বিশেষ করে আমরাই কি এই পৃথিবীর সমস্ত কষ্টের জন্যে দায়ী না? | 毕竟我们才是大部分灾难的元凶。 |
33 | আমরাই আবর্জনার সৃষ্টিকারী, বোমা আর অস্ত্র, বর্ণবাদ, বিদেশী বিদ্বেষ এই গুলো আমাদেরই তৈরি এবং এসবের দায়িত্ব তো আর আপনি নিতে তৈরি না, তাই আমরা একে অপরকে দোষ দেই। | 我们制造污染,武器和炸弹,种族歧视,排外,等等…而且我们不愿意负责,只是相互指责。 |
34 | আরও রয়েছে টুইটার ব্যবহারকারীদের কিছু প্রশ্ন: | 下面是Twitter上发来的问题: |
35 | @সিনিকাল গ্রিন্চ: | @Cynicalgrinch: |
36 | ইশ্বর, তুমি একটি জোকার, তুমি কেন মিথ্যাবাদীদের বানিয়েছ? | 上帝,你这个家伙,为什么你造了上帝论者? |
37 | তোমার কি এই কোটা পূরণের দরকার ছিল? | 你有个蠢人配额要完成么? |
38 | @ইটসসিঙ্গা: | @ItsSinga: |
39 | কেন সত্যি জিনিষ পালন করা সবচেয়ে কঠিন কাজ? | 为什么正确的事情总是最难的事情? |
40 | @শোয়াম্পকটেজ: | @swampcottage: |
41 | কে আপনাকে বানিয়েছে? | 你是谁创造的? |
42 | @টাইগারথীব: | @TigerThebe: |
43 | আপনি কেন [দক্ষিণ আফ্রিকার বিতর্কিত রাজনীতিবিদ এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইয়থ লিগের প্রেসিডেন্ট] জুলিয়াস মালেমাকে বানিয়েছেন? | 你为什么造了Julius Malema?( |
44 | @মিসএলটিজামা: | 南非争议性政客,非国大青年团领袖) |
45 | কেন আপনি কৃষ্ণাঙ্গ মানুষকে ঘুণা করেন? | @missltzama: |
46 | ব্রিজিডএল: | 你为什么讨厌黑人? |
47 | তিনি অবসর সময়ে কি করেন?.. | @BrigidL: |
48 | তাকে তো খুব ব্যস্ত মনে হয়? | 他空闲时做什么…他似乎没有空闲! |
49 | @বুসি৩১: | @Busi31: |
50 | আপনি কি পানিকে মদে পরিণত করতে পারেন? | 你能让我把水变成酒么? |
51 | খায়া ডিলাঙ্গা ২০০৮ সালে হাইওয়ে আফ্রিকা কনফারেন্সে আফ্রিকার সেরা ডিজিটাল নাগরিক সাংবাদিকের পদক পেয়েছেন অনলাইনের উদ্ভাবনমূলক ব্যবহারের জন্যে। | Khaya Dlanga,2008年因他的互联网创意性,赢得了非洲第一数字公民记者称号。 |
52 | অ্যাডভার্টাইজিং, মিডিয়া ও মার্কেটিং ২০০৮ তাকে এই ফিল্ডে আফ্রিকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করে। | 非洲高速會議與一年一度的”广告、媒体和营销“2008年獎項将他列入了“广告、媒体和营销最具影响100强”。 |