Sentence alignment for gv-ben-20090729-4504.xml (html) - gv-zhs-20090725-3316.xml (html)

#benzhs
1ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড: আইলাভথাইল্যান্ড ওয়েব সাইট বির্তক তৈরী করেছে।
2খুব সম্প্রতি চালু করার ওয়েবসাইট আইলাভথাইল্যান্ড. ওআরজি অনলাইনে এক উত্তেজনা তৈরী করেছে।柬埔寨、泰国:网络民族主义
3থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিশিত ভিজ্জাজেভা ঘোষণা দেন যে এই ওয়েব সাইটের উদ্দেশ্য দেশটির ইমেজ বা চেহারা আবার ঠিক করা এবং সম্প্রতি কালে যে অস্থিরতা চলছে তার প্রেক্ষাপটে জাতিকে এক করা।
4ওয়েব সাইটে এক বির্তকের ঝড় তৈরী হয় যখন থাইল্যান্ড তার “হারানো অংশ” দাবী করে এবং ক্যাম্বোডিয়া দাবী করে তার সেই অংশ। কেআই মিডিয়া এক প্রতিবেদনে জানায়:最近推出的ilovethailand.org(我爱泰国)网站在网络上惹出争议,泰国总理艾比希(Abhisit Vejjajiva)表示,希望网站能重建泰国形象,并让泰国在近期动乱后团结,问题在于网站宣称今日柬埔寨部分土地为泰国「失落领土」。
5প্রধান ইংরেজি দৈনিক সংবাদপত্র নম পেন পোস্ট রিপোর্ট করেছে যে ক্যাম্বোডিয়ার সরকারী কর্মকর্তারা দ্রুত এই দাবীর সাপেক্ষে তদন্ত করার কথা উল্লেখ করেছেন।
6মি. পাহেই সিপাহান মন্ত্রীপরিষদের মুখপাত্র।KI Media指出:
7তিনি বলেন, “তারা (থাইরা) ইতিহাসের ঘটনা নিয়ে ঘোট পাকাচ্ছে। এটা সম্পুর্ন রুপে এক বাড়বাড়ি কর্মকান্ড”।柬埔寨主要英文报纸《金边邮报》报导,柬国官员急忙调查此项言论,文中引述部长会议发言人Phay Siphan表示:「泰国扭曲史实,完全夸大真相」。
8নম পেন পোস্ট অনুসারে থাইল্যান্ড ১৭৯৪ সালে শ্যাম নামে পরিচিত ছিল।
9সে সময় দেশটি দুর্বল হয়ে আসার খেমার রাজ্য থেকে সিয়েম রিপ ও বাট্টামবাং দখল করে নিজেদের সীমানা বাড়িয়ে নেয়।।
10কিন্তু ১৯০৭ সালে থাইল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এক চুক্তির মাধ্যমে তা আবার ফিরিয়ে দেয়।
11খেমারাইজেশন এক লেখা পোস্ট করেছে কেআই মিডিয়ায়। সেখানে তিনি আমাদের জানাচ্ছেন আইলাভথাইল্যান্ড.《金边邮报》指出,1794年时,趁着高棉王国衰微,时称暹逻的泰国并吞Siem Reap及Battambang两省,但1907年3月泰国与法国签署协约后,两地便已归还。
12ওআরজি একটা ওয়েবের জন্ম দিয়েছে: খেমার ওয়েব সাইট আইলাভখেমার.Khmerization在KI Media告诉读者ilovethailand.org网站结果带来:
13ওআরজি সাইটের জন্ম হয়েছে থাই প্রধানমন্ত্রির ওয়েব সাইট আইলাভথাইল্যান্ড. ওআরজির কারনে, যে সাইট “সম্ভবত মিথ্যা অভিযোগ করেছে”, তার জবাব দেবার জন্য।ilovekhmer.org(我爱柬埔寨)网站成立,这个网站成立目的,就是为了反击ilovethailand.org内「显然不实的指控」,这个网站立刻受到网络人士欢迎,页面上每天都会累积许多阅览人次。
14ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এই সাইট খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার এক সাইট মেট্রো হটলি প্রচুর পাঠক পেয়েছে।泰国「失落领土」也透过网站影片标示出来,柬埔寨驻泰国使馆要求移除影片,博客Details are Sketchy在ThaRum留言,指称ilovethailand.org网站在柬埔寨遭禁,但不确定是哪一国封锁该站。
15আইলাভথাইল্যান্ড. ওআরজি সাইটে থাইল্যান্ডের “হারিয়ে যাওয়া” এলাকার ছবি ওয়েবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে।Thai Intelligent News Weblog指出,「网站在世界许多国家都遭骇客入侵,许多亲民主、熟知网络的泰国人不断攻击该网站」。
16থাইল্যান্ডে অবস্থিত ক্যাম্বোডীয় দু্তাবাস এই ওয়েব সাইট থেকে ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করেন।
17ডিটেলস আর স্কেচি তার ব্লগে থারামের মন্তব্যসহ এক প্রতিবেদনে জানাচ্ছে, ক্যাম্বোডিয়ায় আইলাভথাইল্যান্ড.
18ওআরজি ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু এটা পরিস্কার নয়, কোন পক্ষ এই কাজটি করেছে।
19থাই ইন্টেলিজেন্ট নিউজ ওয়েবলগে এক সংবাদ প্রকাশ করা হয় যে, “এই সাইটকে কেউ হ্যাক বা ছিনতাই করেছে এবং সারা পৃথিবীর অনেক দেশের সামনে সামনে তাকে হেয় করা হয়।
20এই সাইটকে হীন করার কাজ, কোন এক গণতন্ত্রপন্থীর।Thai Intelligent News Weblog之后也针对民族主义认为:
21ইন্টারনেট সমন্ধে ভালো জানে এমন এক ব্যাক্তি এই সাইট আক্রমণ করেছিল”।
22থাই ইন্টেলিজেন্ট নিউজ ওয়েবলগ তার কাজ করেই চলছে এবং অন্য সব সমস্যার ক্ষেত্রে জাতীয়তাবাদ দিয়ে ভারসাম্য বজায় রাখছে। এ বিষয়ে বর্ণনা করা হচ্ছে:泰国基于许多原因,在全球形象不佳,总理想出来的办法是全球「我爱泰国」运动,为了此种文化及历史民族主义,泰国与寮国、缅甸及柬埔寨等邻国都引起争议,民族主义原是好事,能建立对国家的爱与团结,但若演变为与邻国的冲突就太过份了。
23সারা বিশ্বে থাইল্যান্ডের এক খারাপ ইমেজ বা চেহারা তৈরী হয়েছে যার সমাধান [অভিশিত প্রণীত] সারা বিশ্বে ‘আমি থাইল্যান্ডকে ভালোবাসি' নামের প্রচারণা চালানো।
24থাইল্যান্ড এই ধরনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক জাতীয়তাবাদের প্রেক্ষাপটের কারণে তার প্রতিবেশীদের সাথে সমস্যায় জড়িয়ে পড়ে, যেমন লাওস, মায়নামার এবং ক্যাম্বোডিয়ার সাথে।
25জাতীয়তাবাদ ভালো। তা দেশের প্রতি ভালোবাসা ও একত্বতা তৈরী করে।泰国博客Thai 101指出,ilovethailand.org本身网站条款就有自我审查:
26কিন্তু যখন প্রতিবেশীর সাথে সংঘর্ষ তৈরী হয় তখন এই সংঘর্ষ জাতীয়তাবাদকে অনেক দুরে নিয়ে যায়।
27অন্য আরেকজন থাই ব্লগার থাই ১০১ একটা দিক তুলে ধরেন যে, আইলাভথাইল্যান্ড. ওআরজির ক্ষেত্রে শর্ত এবং নীতির জন্য স্বয়ংক্রিয় সেন্সরশীপ এর প্রয়োজন হয়।这个网站是非经济性全国「振兴」方案,政府赞助成立这个网站,只有承认自己喜爱泰国大于人生才能加入,也只能表达对泰国的赞美及奉承,我确信网站最后一定能鼓励开放及丰富的对话,尤其是网站背后隐含的威胁,实在太棒了。
28এই সাইট অর্থনীতির সাথে যুক্ত নয় এমন এক জাতীয় উদ্দীপনামুলক প্রোগ্রাম হাতে নিয়েছে।
29সরকার দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটে কেবল তারাই প্রবেশ করে, যারা স্বীকার করে, তারা দেশটিকে তাদের জীবনের চেয়ে ভালোবাসে।
30এ ধরনের লোকজন কেবল এই সাইটে প্রবেশাধিকার রাখে। সেখানে তারা কেবল দেশের নামে তোষামোদ ও প্রশংসা করে।影片如附,Bangkok Crimes另指出,「泰国第14块失落领土,即为(与柬埔寨争夺不休的)寺庙Preah Vihear」。
31আমি নিশ্চিত, এটা খোলা এবং চিন্তাভাবনাপূর্ণ কোন কথা সৃষ্টি করবে না।
32বিশেষত শেষে তা হুমকি দেওয়া বাণী প্রকাশ করবে। বেশ চমৎকার।校对:Soup
33নীচে যে ভিডিও প্রর্দশন করা হচ্ছে তা ব্যাংকক ক্রাইমের, এতে জানানো হচ্ছে যে “হারনো ভুখন্ডের চৌদ্দতম অংশ প্রিয়াহ বিহার”।