# | ben | zhs |
---|
1 | মিশরঃ সুস্থ জীবনের জন্য টুইটারের ব্যবহার | 埃及:用Twitter增进健康生活 |
2 | মানুষের জীবন বাঁচাতে অথবা সুস্বাস্থ্যের জন্য টুইটার ব্যবহার করা যেতে পারে কি? | Twitter可以用来拯救人们生命或增进健康吗? |
3 | গত নভেম্বর মাসে মিশরে তাহরির স্কয়ারে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবকরা চত্বরের মধ্যে ও আশেপাশে যে মাঠ হাসপাতাল স্থাপন করেছিল, তাতে খাদ্য ও অন্যান্য জিনিসপত্রসহ চিকিৎসা সামগ্রী সরবরাহের ব্যবস্থা করার জন্য টুইটারে একটি একাউন্ট (@TahrirSupplies) খোলা হয়েছিল। | 上个月埃及塔里尔广场上发生冲突之时,一个Twitter帐号(@TahrirSupplies)被创立来安排将医疗用品、食品和其他物资运送到广场周围由志愿者设立的医疗站。 |
4 | অন্যদিকে, সুস্থ মিশর টিপস, আরেকটি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ যারা স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর টিপস প্রচারের জন্য আগস্ট মাসে টুইটারে (@HealthyEgypt) একটি একাউন্ট চালু করেছিল। | 另一方面,健康埃及点子(Healthy Egypt Tips)则是一个由一群志愿者于八月创立的Twitter帐户(@ HealthyEgypt ),在埃及传播健康的小方法。 |
5 | উদাহরণ হিসাবে, তাদের একটি টিপস হলো: | 这是他们的其中一个点子: |
6 | @HealthyEgypt: একবারে একটি বড় মগে কফি পানের পরিবর্তে কাজের ফাঁকে ফাঁকে অল্প পরিমাণ কফি পান আপনাকে সজীব ও সতেজ রাখবে। | @HealthyEgypt :每隔一段时间喝一小杯咖啡,比一次喝一大杯更能让你维持警觉和专注。 |
7 | তারা জনগণের প্রশ্নের উত্তর দেয়, মানসম্মত উদ্যোগে সহায়তা করে এবং যৌন সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করা যে সমাজে বিব্রতকর সেখানে যৌন শিক্ষার বিস্তার ঘটায়। | 他们也回答人们的问题 ,协助相关倡议,也传播性教育-文化使得人们羞于询问性相关的问题。 |
8 | আপনাদের পরিচয় দিন এবং আপনাদের উদ্যোগ সম্পর্কে বলুন। | 说说你是谁,告诉我们更多你的倡议。 |
9 | আমরা একটি স্বেচ্ছাসেবক দল, যা আমার স্ত্রী ইমান ইসমাইল এবং আমি কারিম মোশাদ শুরু করেছি, পরবর্তীতে আমরা একজন ডাক্তার বন্ধু ড. | 我们是一群志愿者,开始时只有我的妻子Iman Ismail和我Kareem Mossad,后来我们的医生朋友Dr. |
10 | আহমেদ ইবরাহিম কে যুক্ত করি। | Ahmed Ibrahim也加入了我们。 |
11 | আপনি লিখেছেন, আপনি ১০০% ভাগ বিশ্বাসযোগ্য ও পরিক্ষিত তথ্য বিনিময় করেন। | 你在个人资讯中写明所有分享资讯百分之百确实和可信。 |
12 | আমাদের জিজ্ঞাসা: আপনি কি ডাক্তার? | 所以我们必须要问你:你是医生吗? |
13 | আপনি কিভাবে সাধারণত আপনার চিকিৎসা জনিত তথ্য পান, নিশ্চিত হন এবং জনসাধারণের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন? | 通常你如何获得、确认医疗资讯,并且回答人们的问题? |
14 | আমার স্ত্রী ও আমি স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য বিষয়ে কৌতূহলী। | 我的妻子和我很热衷和提倡健康。 |
15 | আমরা এখনও ডাক্তার নই আমরা জনগোষ্ঠীর মাঝে বেশ কিছুদিনের জন্য সেবা প্রদান করছি। | 我们不是医生,但从事社区服务很久了。 |
16 | আমাদের একটি নীতি হচ্ছে আমরা যখন কোন স্বাস্থ্য তথ্য আমাদের অনুসারীকে প্রদান করি, তা দুইবার পরীক্ষা করা হয়, বিশ্বাসযোগ্য একাধিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে অথবা এই উদ্যোগে সাহায্যকারী তৃতীয় ব্যক্তি (ডাক্তার) “আহমেদ ইবরাহিম” কর্তৃক নিরীক্ষার মাধ্যমে। | 对于提供给追踪者的任何医疗讯息,我们的行为准则是必须重复确认,在数个可信任的知名健康网站调查,或是与第三个成员Ahmed Ibrahim(医生)确认。 |
17 | টুইটার একাউন্টটি কি কোন বাণিজ্যিক অথবা বেসরকারী প্রতিষ্ঠান দ্বারা আর্থিক সহায়তা প্রাপ্ত? | 有接受任何公司或非政府组织赞助吗? 我注意到有时候你会提起某些品牌。 |
18 | আপনারা মাঝে মাঝে ব্র্যান্ড নাম ব্যবহার করেন। | 你和他们有任何关连吗? |
19 | আপনারা কি কোনভাবে তাদের সাথে যুক্ত? | 目前为止我们未正式接受任何商业或非政府组织的赞助。 |
20 | আমরা কোন বাণিজ্যিক অথবা বেসরকারী প্রতিষ্ঠান দ্বারা এখনও আর্থিক সহায়তা প্রাপ্ত নই। | 不过我们有收到一些提案,但还没有准备走这一步。 |
21 | তদুপরি, আমরা বেশকিছু প্রস্তাব পেয়েছি কিন্তু এ সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে আমরা এখনো প্রস্তত নই। | 你在網絡上提高意识有多久了? |
22 | আপনারা কতদিন যাবত অনলাইনে সচেতনতা বৃদ্ধি করছেন? | 除了Twitter之外是否计划使用Facebook或是博客等等? |
23 | টুইটারের বাইরে ফেসবুক, ব্লগ ইত্যাদি নিয়ে আপনাদের কোন পরিকল্পনা আছে কি? | 我们是八月成立的,约在斋月中旬左右,追踪者反应热烈出乎意料。 |
24 | আমরা আগস্টে শুরু করেছি, মধ্য রমযান মাঝামাঝি, এবং অনুসারীদের সাড়া আশাব্যঞ্জক, আমরা “www.healthyegypt.org এবং www.healthyegypt.net“, ক্রয় করেছি এবং আমরা বর্তমানে ওয়েবসাইটের জন্য প্রোগ্রামিং করছি, অবিলম্বে তা চালু করা হবে। | 我们买下了www.healthyegypt.org和www.healthyegypt.net网址,目前正在编写中,很快就能启用。 |
25 | আমরা দেখেছি আপনারা টুইটারে বেশীরভাগ ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করেন? | 我们也注意到,在Twitter中你几乎只用英文? |
26 | আরবী ব্যবহারের কোন পরিকল্পনা আছে কি? | 没有计划使用阿拉伯语吗? |
27 | আপনারা কি মনে করছেন না, ইংরেজি মিশরের অভ্যন্তরে ব্যবহারকারীদের জন্য কোনভাবে সীমাবদ্ধতা সৃষ্টি করছে? | 不觉得英文在埃及能接触的读者有限吗? |
28 | আপনি নিশ্চিতভাবে ঠিক, আমরা মাঝে মাঝে আরবী ভাষা ব্যবহার করি কিন্তু নিয়মিতভাবে নয়, এবং আমাদের পরিকল্পনায় এটি নিশ্চিত করা হয়েছে যে, অধিক ব্যবহারকারী আকর্ষণের জন্য উভয় ভাষা ব্যবহার করব। | 你说得没错,我们有时候会用阿拉伯语,但不太固定。 |
29 | আমরা টুইটারের মাধ্যমে উৎসাহব্যঞ্জক ফিরতি বার্তা পাচ্ছি সেই সমস্ত মানুষদের কাছ থেকে যারা প্রকাশ করছে এই ধরনের তথ্য তাদের কিভাবে সহায়তা করছে এবং অস্পর্শ কৃত ক্ষেত্রগুলিতে সচেতনতা বৃদ্ধি করছে। | 我们有计划要让网站同时用两种语言,吸引更多人浏览。 我们在Twitter收到了一些正面的回应,他们说这些资讯如何协助他们和提高对于一些未触及议题的意识。 |
30 | স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে টুইটার ব্যবহার, এটি একটি উপায়। | 这是使用Twitter在社会上传播健康意识的方法之一。 |
31 | অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোন প্রকল্প সম্পর্কে জানা থাকলে, অনুগ্রহ করে আমাদের জানান। | 如果你知道網絡上其它与健康相关的计划,请告诉我们。 |