# | ben | zhs |
---|
1 | ভারত: মেয়েরা একদিন খেলতে এবং নাচতে পারে | 印度:女性能玩乐起舞的一天 |
2 | ইনডিয়া আনহার্ড ভারতের দুটি ভিন্ন অঞ্চলের ভিন্ন উৎসবের ছবি আমাদের প্রদর্শন করছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের বিবাহিত মহিলার কেবল একদিনের জন্য কোন ধরনের বিধি নিষেধের বেড়াজাল না ডিঙ্গিয়ে প্রকাশ্যে খেলাধুলা করতে এবং নাচতে পারে। | |
3 | কেরেলার ঐতিহ্যবাহী ভারতীয় নাচ ছবি স্টিভ কক্সের, সিসি বাই | India Unheard介绍印度国内两项不同节庆,也唯有在这个日子,当地部落已婚女性能公开起舞,不会受到责备。 |
4 | আদিবাসী উৎসবে নারীত্বকে উদযাপন (ট্রাইবাল ফেস্টিভেল সেলিব্রেট ফেমিনিটি) শিরোনামে লেখায় দেবিদাস গোয়ানকার ব্যাখ্যা করেছে কি ভাবে পিতৃতান্ত্রিক কাঠামো এখনো অনেক আদিবাসী সমাজে টিকে থাকার কারণে। | |
5 | খুব কম অনুষ্ঠানে মেয়েরা তাদের গৃহস্থালী এবং ঘরের দায়িত্ব বাদ দিয়ে সেখানে উপস্থিত থাকতে পারে এবং এই সব উৎসব তাদের একসাথে হবার এবং আনন্দ করার জন্য এক সুযোগ। | |
6 | লেখক বড় হয়েছেন তার মা এবং বোনদের এই দিনটাকে উপভোগ করতে দেখার মধ্যে দিয়ে এবং তিনি উপলব্ধি করছেন যেভাবে পুরুষদের এই ধরনের অনুষ্ঠান উপভোগ করতে দেওয়া হয় সেভাবে মেয়েদের অনুষ্ঠান উপভোগ করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া কতটা গুরত্বপূর্ণ । | |
7 | নীচের এই ভিডিওটি তুলেছেন দেবিদাস গোয়ানকার। এটি ধিল্লো নামক উৎসবের ছবি প্রদর্শন করছে, যা গোয়াও প্রদেশের কোটিগায় দিপাবলীর একদিন আগে অনুষ্ঠিত হয়: | 喀拉拉(Kerala)地区印度传统舞蹈,照片来自Steve Cox,依据创用CC BY授权使用 |
8 | ‘ধিল্লো হচ্ছে একটি প্রতীকের নাম যা মাটি বা গোবর দিয়ে তৈরি করা হয়। নারীরা তাদের বিগ্রহের প্রতীক হিসেবে এটিকে তৈরি করে; এটি গ্রামের মন্দ (এমন একটি জায়গা যেখানে উৎসবটি পালন করা হয়) নামক স্থানে রাখা হয়। | Davidas Gaonkar在“部落庆典赞扬女性”一文中说明,由于许多部落保持父权体制,女性少有机会能放下家事与家务,节庆让她们有机会聚会享乐,他从小便观察母亲和姐姐多么享受这个日子,更瞭解让女性能与男性同样享受节庆多么重要。 |
9 | সে স্থানে মেয়েরা ঐতিহ্যবাহী নাচ নাচে, যা ‘থেল' (খেলা) নামে পরিচিত। | 他在Cotigao地区拍摄这段影片,记录在万灯节(Diwali)前一天举行的Dhillo庆典: |
10 | মহারাষ্ট্রের বাসিন্দা, ইনডিয়া আনহার্ড-এর ভিডিও স্বেচ্ছাসেবক, ঠিক একই রকম একটি দিনের কথা বলছেন যেদিন গ্রামেরা নারীরা নাচতে এবং মজা করতে পারে: | 女性会用陶土或母牛粪制作代表自己的塑像,名为“Dhillo”,将塑像安置于村落里举办表演或庆典的场所后,女性就会开始表演名为khel的舞蹈。 |
11 | এই ভিডিও সংবাদদাতা রোহিনী মহারাষ্ট্রের এক গ্রামে বাস করে। | 另一位计划志工来自马哈拉施特拉邦(Maharashtra),提及当地村落里另一个节日中,女性能够起舞作乐: |
12 | সেখানে নারীদের পুরুষদের চেয়ে নিচু শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করা হয়। কাজেই পুরুষেরা যা চায় তাই করতে পারে, কিন্তু নারীদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে এমনকি যদি তারা ঘর থেকে বাইরে যেতে চায় তাহলে তাহলে তার পরিবারে সদস্যদের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। | 影片拍摄者居住在马哈拉施特拉邦的Rohini村,女性所受的待遇一向不如男性,相较于男性能够随心所欲,女性行为却屡屡受限, 还得先经过家人同意,才能够踏出家门,更不能够在公共场所唱歌、跳舞、玩乐,否则社会将认为她们败德,不过每年在Nagpagchami这天,这项禁令便 会解除,女性就能在外起舞与玩游戏。 |
13 | তারা প্রকাশ্যে গান গাইতে, নাচতে বা খেলতে পারবে না। যারা এ রকম কাজ করবে, তাদের এমন ভাবে দেখা হবে যে এই সমস্ত নারীরা তাদের নৈতিক অবস্থান হারিয়েছে। | “India Unheard”是由“Video Volunteers”组织推出的社区新闻,训练社区成员为记者,透过影片、简讯及其他社会媒体工具,表达少族族裔或社会边缘人士的独特故事。 |
14 | তবে বছরে একবার নাগ পঞ্চমীর দিন তাদের উপর এই প্রতিবন্ধকতা উঠিয়ে নেওয়া হয় এবং আশা করা হয় এই দিন তারা নাচবে এবং খেলবে। | 校对:Soup |
15 | ইনডিয়া আনহার্ড এক সম্প্রদায়গত সংবাদ সেবা প্রদান করে, যা ভিডিও ভলান্টিয়ার নামক প্রতিষ্ঠানটি চালু করেছে: এটি এমন এক সংগঠন, যা সম্প্রদায়ের সদস্যদের সংবাদদাতা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করে, যারা সংখ্যালঘুত্বের বা প্রান্তিক সম্প্রদায়ের অন্যান্যতার গল্প, ভিডিও, এসএমএসের মাধ্যমে সংবাদ প্রদান এবং অন্য কোন সামাজিক মাধ্যমের উপাদান ব্যবহার করে উপস্থাপন করতে পারে। | |