Sentence alignment for gv-ben-20100911-12750.xml (html) - gv-zhs-20100909-6149.xml (html)

#benzhs
1মেক্সিকো: অতিবৃষ্টি ভেরাক্রুজ আর টাবাস্কোতে বন্যার সৃষ্টি করেছে墨西哥:大雨造成两地水患
2মেক্সিকো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন আক্রান্ত। মেক্সিকোর সংবাদপত্র মিলেনিও [স্প্যানিশ ভাষায়] নিশ্চিত করেছে যে ভেরাক্রুজ আর টাবাস্কো প্রদেশ বন্যাক্রান্ত হয়েছে এবং ২৫০০০ এর বেশী লোককে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।墨西哥目前正面临国内多年来最严重的天灾,《Milenio》报纸证实,共有维拉克鲁兹(Veracruz)及塔巴斯可(Tabasco)两州受洪水影响,超过2.
3‘তেমাজকাল' এবং ‘সেরো দো অরো' ড্যাম দুটি উপচে পানি আসতে পারে আরও বৃষ্টি হলে।5万人必须撤守家园,因为暴雨来袭,Temazcal及Cerro de Oro两座水库随时可能满溢。
4টুইটার ব্যবহারকারীরা তাদের দেশের এই অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, যেমন মারিসল মনতুফার (@হেরেইসমারিসল) লিখেছেন:Twitter用户不断记录家乡正经历的危急状态,例如Marisol Montúfar(@hereismarisol)写道:
5খুব চাপ অনুভব করছি, আমি বৃষ্টি ভালবাসি কিন্তু #টিলাকোটালপানে যা হচ্ছে তা সত্যি অনুকম্পাযোগ্য।感觉五味杂陈,我喜欢下雨,但Tlacotalpan的情况令人遗憾。
6নিকতে টাপিয়াকিম (@নিকতে টাপিয়াকিম) এই পরিস্থিতির তুলনা করেছেন হাইতির ভূমিকম্পের সাথে:NicteTapiaKim(@NicteTapiaKim)对比海地强震的情况:
7যখন হাইতিতে [ভূমিকম্প] হয়েছিল ট্রাকের পর ট্রাক সাহায্য এসেছিল, এবং যখন আমাদের সেরকম সাহায্য দরকার, এখানে কিছু পরিমাণেও সাহায্য অনুপস্থিত #ভেরাক্রুজ #লুভিয়াস #বন্যা海地发生强震时,援救物资源源不绝而来,如今我们需要外援,却见不到任何协助。
8সংবাদ মাধ্যম প্রেন্সা ল্যাটিনা বলেছে যে অর্থনৈতিক ক্ষতি আশার চেয়েও বেশী: “মেক্সিকোর কর্তৃপক্ষ জানাচ্ছে যে অতিবৃষ্টির ফলে বন্যায় কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।Prensa Latina通讯社指出,此次经济损失超过预期,「墨西哥政府统计,大雨造成损失突破百万,维拉克鲁兹州25个地区至少需要1.
9ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে ভেরাক্রুজ প্রদেশের ২৫টি মিউনিসিপালিটির দরকার ১৩১ মিলিয়ন ডলার।”31亿美元,才能修复受损的基础设施」。
10গত সপ্তাহে উপস্থিত জনতার চাপের মুখে তাদের সাথে সংহতি প্রকাশ করতে রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজ প্রদেশের টিলাকোটালপান অঞ্চলে বন্যায় ডোবা রাস্তার মধ্যে দিয়ে এক কিলোমিটার হেঁটে গেছেন। এল ইউনিভার্সাল পত্রিকার মতে কোন কোন রাস্তায় পানির উচ্চতা ১ থেকে ১.上个星期,在庞大民意压力之下,为展现团结一心,总统卡德隆(Felipe Calderón)步行访视维拉克鲁兹州的Tlacotalpan地区,涉水走过一公里的淹水街道,《El Universal》报纸指出,这些街道水深介于1公尺至1.
11৫ মিটারে দাঁড়িয়েছে।5公尺。
12মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজের বন্যাপীড়িত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী গোবিয়ের্নো ফেডেরাল, ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন-নন কমার্শিয়াল-শেয়ার এলাইক লাইসেন্সের আওতায় ব্যবহৃত।墨西哥总统卡德隆走过维拉克鲁兹的淹水街道,照片来自Flickr用户Gobierno Federal,依据创用CC BY-NC-SA授权使用
13টুইটারে কালডেরনের এই ভ্রমণ সম্পর্কে আলোচনা হয়েছে। ম্যানুয়েল (এমডিজিও৮০) জানিয়েছেন:卡德隆的视察行程在Twitter引起讨论,Manuel(@mdgo80)提到:
14তারা বলে যে ভেরাক্রুজে পানি সাধারণত ৩০ সেন্টিমিটারের উপরে যায় না, তারা কালডেরনের হাঁটু দিয়ে তা মেপেছে।外界指称,维拉克鲁兹淹水高度不超过30公分,计算标准是卡德隆的膝盖高度。
15কিছু টুইটার ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছে যে কালডেরন দুর্গতদের সাথে সংহতি প্রকাশ করতে নয়, মিডিয়াকে দেখাতে এমন করেছেন। মারিও ভাজকুয়েজ (@এমমারিও ভাজকুয়েজ) লিখেছেন:有些人相当存疑,认为卡德隆只是在镜头前表演,而非真心要涉水展现团结立场,Mario Vázquez (@MMarioVazquez)写道:
16ফেলিপ কালডেরন কেন ভেরাক্রুজে গিয়েছেন? উত্তর = ছবি তোলার জন্যে।为何卡德隆要去维拉克鲁兹?
17কিন্তু প্যাশিকলের (@প্যাশিকল) ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে:只是要拍张照片。
18কালডেরন তার পথ পরিষ্কার করছে, তিনি মনোযোগ আকর্ষণ করেছেন এবং ভেরাক্রুজের বন্যাক্রান্ত রাস্তার মধ্যে দিয়ে হেটে গিয়েছেন।但Pachicle(@Pachicle)的观点不同:
19তিনি রাষ্টপতির পদ ছাড়তে চান না।校对:Soup