# | ben | zhs |
---|
1 | সাব-সাহারা আফ্রিকায় বিজ্ঞান ব্লগিং | 非洲科学博客现况 |
2 | ব্লগিং সাব সাহারা আফ্রিকায় জনপ্রিয় সংস্কৃতির একটি অংশ কিন্তু বিজ্ঞান নিয়ে ব্লগিং এখনো পেছনে পড়ে আছে। আফ্রিকার বিজ্ঞান বিশ্বে অংশীদারিত্বের সংস্কৃতি বৃদ্ধির অনেক উদ্যোগ নেয়া হয়েছে, তদুপরি আফ্রিকার বিজ্ঞান ব্লগ, বিশেষত গবেষণা বিষয়ে যথেষ্ট নয়। | 在撒哈拉沙漠以南非洲地区,博客已成为大众文化的一部分,但科学博客发展仍然落后,许多计划陆续推出,希望增进非洲科学界的分享文化,但关于研究等议题的非洲科学博客仍相当罕见。 |
3 | জনগণের আগ্রহ কম? | 大众兴趣缺缺? |
4 | বিজ্ঞান ব্লগের এই স্বল্পতার সম্ভাব্য কারণ এই মহাদেশে বিজ্ঞান গবেষণার অসম উন্নয়ন; সর্বজন জ্ঞাত যে আরও গবেষণার প্রয়োজন। | 科学博客之所以难寻,原因或许在于非洲科学研究发展不圴,人人都知道,非洲需要更多研究,B. |
5 | বি রুয়েল তার ব্লগে ব্যাখ্যা করেছেন [ফরাসী]: | Ruelle在博客上指出: |
6 | দক্ষিণপূর্ব এশিয়া উন্নয়নের যে স্তরে পৌঁছেছে আফ্রিকার দেশগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ প্রয়োজন; বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে আফ্রিকা দুর্বলতা দূর করে টিকে থাকতে পারে; এটি ক্রম বর্ধনশীল অসম পৃথিবীতে গোষ্ঠীগত অশ্রদ্ধা ও দাঙ্গা দূর করার একমাত্র পথ; বিশ্ব জ্ঞান ভাণ্ডারে আফ্রিকার অবদান রাখার একমাত্র উপায়। | |
7 | সেনেগালের ডাকারে কাইখ আন্টা দিওফ বিশ্ববিদ্যালয় ছবি মারিয়াম লুভিয়ট (সিসি লাইসেন্স - বাই) এই মহাদেশে মেধাবী বিজ্ঞানীর সংখ্যা কম নয়। | 东南亚地区达到的发展程度,应会促使非洲国家投入科学与科技,这是避免非洲在国际贸易始终落后的唯一方式,也唯有如此,才能避免种族主义与仇外情结继续在这个不平等世界发酵,更只有发展科学,才能确立非洲对全球人类知识的贡献。 |
8 | বার্নাড কম আফ্রিকার বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা [ফরাসী] তৈরি করেছেন এবং তাদের মধ্যে কিছু ওয়েবেও সক্রিয়। | 塞内加尔首都的Cheik Anta Diop大学,照片由Myriam Louviot拍摄,依据创用CC-BY授权使用 |
9 | জাক বনজাও ক্যামেরুনের প্রকৌশলী যিনি আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের (AUV) পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন [ফরাসী]: | 非洲不乏有才能的科学家,Bernard Kom列举目前世上最著名的非洲科学家,不少人在網絡上也很活跃。 |
10 | আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়কে (AUV) একটি সম্পূর্ণ দূরপাঠ্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় স্বল্প ব্যয়ে আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। | |
11 | আমরা আধুনিক মানসম্পন্ন পাঠ্যক্রমের ব্যবস্থা করেছি যার লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে শ্রম বাজারের জন্য দ্রুত কর্মক্ষম করে গড়ে তোলা। | Jacques Bonjawo为喀麦隆工程师,现任非洲網絡大学董事长,他说明该组织宗旨: |
12 | মালাউয়ির জামোজে গন্ডওয়ি বিজ্ঞানে আফ্রিকার অধিকতর অংশগ্রহণের বিষয় উপলব্ধি করেছেন। ব্লগের বিষয়বস্তু হচেছ, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষগণ। | 非洲網絡大学为完全远距线上教学机构,致力于藉由规模经济,以低成本训练大批非洲民众,我们提供现代品质的教育课程,希望让学生能立即符合职场所需。 |
13 | তিনি বর্ণনা করেছেন যে লক্ষ্য তিনি অর্জন করতে চান: বিজ্ঞানে যেসমস্ত আফ্রিকার বিজ্ঞানী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষদের তথ্য মুদ্রণ, চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করেছি। | 马拉威的Mzamose Gondwe亦认为,应该推广非洲各国努力投入科学发展,她的博客“非洲科学英雄”即以此为目的,她也说明自己的目标: |
14 | এইভাবে, আমি আশা করছি আফ্রিকার বিজ্ঞানের অর্জন নিয়ে গর্ব করার অনুভূতি সৃষ্টি করতে এবং বিজ্ঞানের সাথে জনসাধারণের সম্পর্ক বৃদ্ধি করতে। | 我用文字和影像记录非洲科学英雄,这些非洲科学家对科学大有贡献,我希望人们因此以非洲科学成果为荣,并推广大众参与科学。 |
15 | পাখির খাঁচায় আফ্রিকার গবেষণা? | 非洲研究狭隘? |
16 | প্রধান ধারার গণমাধ্যমে আফ্রিকার বিজ্ঞানের সংবাদ যখন আসে, সেটি সাধারণত পরিবেশগত কর্মসূচী, গণস্বাস্থ্য অথবা ভিনদেশীয় প্রাণী নিয়ে গবেষণা সম্পর্কিত হয়ে থাকে। | |
17 | একটি আদর্শ উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে গবেষণা প্রবন্ধে প্রকাশিত মাদাগাস্কারে স্ত্রী ধূসর মাউস লেমুরএর যৌন আচরণ অনলাইন মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছে। সাধারণ পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য এটির শিরোনাম ছিল “স্ত্রীর নিয়ন্ত্রণে অপরিচ্ছন্ন স্তন্যপায়ীর মূল্যবান সেক্স”। | 非洲科学新闻若跃上主流媒体版面,大多是关于环境计划、公共卫生或奇特动物研究,例如近期在網絡上广为流传的报导,即为研究马达加斯加雌倭狐猴交配习惯的论文,题为“杂交灵长类动物由雌性主导的昂贵性爱”,势必会吸引非科学界人士的兴趣。 |
18 | এটি প্রকাশের পরে, এই গবেষণা থেকে প্রজাতির টিকে থাকার কৌশল সম্পর্কে আকর্ষণীয় সারমর্ম যেমন সারা রিয়াডন সায়েন্স নাউ এ ব্যাখ্যা করেছেন: | 其中对于倭狐猴求生策略的策略相当有意思,Science NOW网站的Sara Reardon指出: |
19 | দলগত সিদ্ধান্ত হচ্ছে, বহুগামী আচরণের মাধ্যমে স্ত্রী বিবর্তনের দিক থেকে কিছু অজ্ঞাত সুবিধা পেয়ে থাকে অথবা শুধুমাত্র বিনোদনের জন্য এটি করে থাকে। | 研究团队认为,杂交可能赋予雌倭狐猴某种不明的演化优势,或是雌猴纯粹想享乐。 |
20 | অন্যান্য বিষয়ে আফ্রিকার বিজ্ঞান ও প্রকৌশল আরও বেশী অবদান রাখছে। | 非洲科学与工程对其他领域也大有贡献,Afrigadget博客着重于解决特定问题的创新工程计划,例如肯尼亚的生质天然气设备。 |
21 | ব্লগ আফ্রিকাগেজেট নির্দিষ্ট সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকৌশল বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছে। এইজাতীয় একটি প্রকল্প হচ্ছে কেনিয়ায় বায়োগ্যাস প্রকল্প স্থাপন। | Paula Kahumbu说明,piki piki这种摩托车如何更有效地载运冀肥: |
22 | পলা কেহামবা বর্ণনা করেছেন কিভাবে পিকি পিকি (কিসওহালিতে মোটর বাইক) দক্ষভাবে গোবর বিতরণে সাহায্য করে: যে সমস্যাটি আমি মোকাবেলা করেছি তা আশেপাশের অনেক জাতিগোষ্ঠীর মধ্যে দেখেছি, আমরা বাসা ভাড়া করেছি কিন্তু আমাদের কোন গবাদি পশু নাই। | 我和当地许多民众面临相同问题,在此租屋,但并未饲养牲畜,可是周遭有许多大型牧牛场,Dominic因此想出一套解决办法,既能创造就业机会,还能更快、更方便地搬运冀肥,我们请路边焊工协助,打造一辆冀肥摩托车,完全针对牛冀设计。 |
23 | কিন্তু আমাদের চারপাশে অসংখ্য গবাদি পশুর খামার আছে। | Africamaat计划则试图记录非洲科学与发明家完整历史,更明确地说: |
24 | নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দ্রুত ও দক্ষভাবে বর্জ্য অপসারণের সমাধান নিয়ে ডমিনিক এগিয়ে এসেছে। | 我们希望证明,科学史过去刻意排除非洲黑人。 |
25 | আফ্রিকামাট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার বিজ্ঞান ও তার উদ্ভাবকদের সম্পূর্ণ ইতিহাস লিপিবদ্ধ করা। আরও সুস্পষ্টভাবে, উল্লেখ করা হয়েছে [ফরাসী]: | 以下影片中,YouTube用户White African展示迦纳工程师Killian Deku的发明作品,能够控制加入水中的氯量: |
26 | বিশ্বের বিজ্ঞানের ইতিহাস থেকে গভীরভাবে নির্বিচার থেকে বিধিবদ্ধভাবে কালো আফ্রিকা বাদ দেওয়ার প্রক্রিয়া প্রদর্শন করা আমাদের লক্ষ্য। | |
27 | এই ভিডিওতে, ইউটিউব ব্যবহারকারী হোয়াইট আফ্রিকান ঘানার প্রকৌশলী কিলিয়ান ডেকু কর্তৃক উদ্ভাবিত পানিতে ক্লোরিনের পরিমাণ নির্ধারণের যন্ত্র প্রদর্শন করছে: | |
28 | উন্মুক্ত প্রকাশনা | 开放科学期刊 |
29 | মাদাগাস্কারের মানুষের চেয়ে লেমুর নিয়ে অনেক শিরোনাম হয়েছে। তদুপরি, এটি অনুল্লেখ করা ঠিক নয় যে বিজ্ঞান ব্লগিং গোষ্ঠী কাজ শুরু করেছে। | 马达加斯加的狐猴常比人类更受媒体注意,不过当地科学博客社群正逐渐成形,数项计划希望收集国内所有科学资源,供大众使用。 |
30 | বেশ কিছু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের বৈজ্ঞানিক সম্পদ সংগ্রহ করা ও তা জনগণের কাছে সহজ প্রাপ্য করা। এনজ রাকোটোমালালা থেসে মালাগাছে অঁ লিনে[mg] ওয়েবসাইটের উদ্দেশ্য বর্ণনা করেছেন: | Ange Rakotomalala说明Thèses Malgaches en ligne网站宗旨: |
31 | এই ওয়েবসাইটে, ২০০২ থেকে প্রকাশিত সকল থিসিস ও গবেষণাপত্র আপনি খুঁজতে সক্ষম হবেন। | 各位可在本站找到所有自2002年至今发表的论文。 |
32 | বিজ্ঞানী সম্প্রদায়ের ব্লগ আমারবিজ্ঞানকর্ম এর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানীদের মাঝে আদান প্রদানের সংস্কৃতি গড়ে তোলা [ফরাসী]: | 科学社群博客MyScienceWork希望向科学家推广分享概念: |
33 | আগামী দিনের প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কৃতি গঠনের লক্ষ্যে, বিজ্ঞানকে বহুমুখী করার জন্য সংগ্রাম করতে হবে। এটি অবশ্যই বিজ্ঞান মনস্ক, সাধারণ জনগণ, গবেষক বিজ্ঞানীদের কাছে সহজ প্রাপ্য হতে হবে[..] ২০১১ সালে, আমরা স্বনামধন্য বেলজিয়ান গবেষকদের সাথে যোগাযোগের ভিত্তিতে, উত্তর আফ্রিকার দেশগুলো থেকে তথ্য প্রযুক্তির উপর এবং পিএইচডি ছাত্রদের নিকট হতে স্নায়ুবিজ্ঞান, কৃষিতত্ত্ব এবং এক্সোবায়োলজির উপর প্রবন্ধ প্রকাশ করি [..] আমরা এটি করেছি কারণ আমরা বিশ্বাস করি সাধারণ জ্ঞান বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে এবং পঠনের জন্য আপনাকে ধন্যবাদ। | 为建构未来必要的科学文化,科学必须努力朝跨领域发展,必须开放业余人士、一般大众、研究人员取用,[…]2011年,我们 与知名比利时研究人员沟通,发表北非各国资讯科技类别文章,以及神经科学、农业经济、太空生物学的博士生文章,[…]我们之所以这么做,是因为相信一 般知识应包括科学在内,也感谢各位浏览,请各位也传递这项讯息:“分享即生活”。 |
34 | অনুগ্রহ করে প্রচার করুন “বিতরণই জীবন”। আফ্রিকার সুপরিচিত একজন বিজ্ঞানী, কাইখ আন্টা দিওফ এর মতে, আফ্রিকামাটে বর্ণিত [ফরাসী] আফ্রিকায় বিজ্ঞান নিয়ে সর্বশেষ কথা হচ্ছে: | 关于非洲科学概念,本文最后引用非洲知名科学家Cheikh Anta Diop所言,他在Africamaat网站写道: |
35 | একইসঙ্গে, আফ্রিকার বিশেষজ্ঞরা অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের মেধা স্বত্ব স্বশাসন রক্ষার জন্য, অন্যের অনুমোদন ছাড়াই এবং আমাদের নিজেদের দ্বারাই বৈজ্ঞানিক তথ্যানুসন্ধানে সক্ষম হতে হবে। | 与此同时,非洲诸位专家必须小心行事,用我们自己的方式发掘科学事实,不需经他人许可,并且维护智慧自主权。 |