# | ben | zhs |
---|
1 | ৯/১১ নামক ঘটনার পর্যালোচনা: একটি প্রজন্মের জন্ম | 911事件:回顾与新一代 |
2 | এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস এর-৯/১১ নামক ঘটনার পর্যালোচনার উপর করা বিশেষ প্রবন্ধের একটি অংশ পিটারজেবেলিস-এর কিছু অধিকার সংরক্ষণ সাপেক্ষে প্রকাশিত | 纽约911博物馆,照片来自Flickr用户PeterJBellis,依据创用CC-BY授权使用 |
3 | নিউ ইয়র্কের ৯/১১ জাদুঘর সিসি বাই পিটারজেবেলিস মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার ৯/১১ নামক সম্মিলিত হামলার দশ বছর অতিক্রান্ত হয়েছে। | 盖达组织(al-Qaeda)针对美国发动的911恐怖攻击事件已届十年,这起事件改变西方与中东互动的模式,改变人们对伊斯兰主义的看法,也对观光旅游及跨越国界造成新的限制,以下一系列短片中,全球各地年轻人都在讨论后911时代的意义。 |
4 | এটি ছিল এমন এক ঘটনা যার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের নাগরিকদের প্রতি পশ্চিমের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে ইসলাম ধর্মের প্রতি এবং এর ফলে তারা ভ্রমণ এবং সীমান্ত পারাপারের বিষয়ে নতুন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। | |
5 | সংক্ষিপ্ত কিছু ধারাবাহিক ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের কিছু তরুণ, যারা ৯/১১ নামক ঘটনা পরবর্তী সময়ে তারুণ্যে উপনীত হয়েছে, তারা তাদের দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোচনা করেছে। যখন এই হামলা চালানো হয় তখন সালমা এল শানসোরি টেক্সাসে বাস করতেন। | Salmaa Elshanshory在事件发生时居住于美国德州,身为信仰伊斯兰教的美国人,她认为无知虽形成负面刻板印象,但社区态度正面、友善与慷慨,也在攻击事件后帮助许多陌生人,她觉得这一代民众学会在变局时与陌生人同在,也懂得用积极态度面对一切。 |
6 | আমেরিকান একজন মুসলমান হিসেবে তিনি অনুভব করেছেন, এই ঘটনার পর মুসলমানদের ক্ষেত্রে উপেক্ষা এবং সমর্থন উভয়ের মাধ্যমে এক নেতিবাচক গতানুগতিক ধারণা তৈরি জন্ম হয়েছে, এই সম্প্রদায়ের মহানুভবতা এবং বিনম্রতার কারণে এই হামলার ঘটনার পর অজানা লোকেরা এই সম্প্রদায়ের সাহায্য এগিয়ে এসেছে। | |
7 | তিনি ভাবতে চান যে তাঁর প্রজন্ম এমন হবে এমন এক প্রজন্ম, যারা অচেনা লোকেদের পাশে এসে দাঁড়ানোর শিক্ষা লাভ করবে, যে অচেনা একজনের মুখে অনিশ্চয়তা রয়েছে এবং সবাই এক ইতিবাচক মনোভাব নিয়ে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করবে। | |
8 | মরোক্কোর হিশাম আলমিরাত [ঘোষণা: হিশাম গ্লোবাল ভয়েসেস-এর এক সহযোগী কর্মী] অনুভব করেছেন যে, একজন মুসলমান এবং আরব হিসেবে ভুলভাবে উপস্থাপিত হচ্ছেন: কেবল সরকারের কাছে নয়, যে সরকার সবাইকে জানাতে ব্যর্থ হয়েছে যে এমন অনেক মানুষ রয়েছে যারা এই হামলাকে সমর্থন করেনি, কিন্তু একই সাথে প্রচার মাধ্যমও এবং আক্রমণকারীরা নিজেরাও তা জানাতে ব্যর্থ হয়েছে, যারা ঘোষণা প্রদান করে যে, আরবদের পক্ষ হয়ে তারা এই কাজ করেছে। | |
9 | এই ঘটনার ১০ বছর পরে, তিনি দেখছেন যে আরবের একনায়ক শাসকদের জনপ্রিয়তায়, উন্মাদনা এবং উগ্রবাদ হ্রাস পাচ্ছে, আর তার সাথে জনপ্রিয় গণজাগরণ দেখা দিচ্ছে, যে গণ জাগরণ লড়াইয়ের মধ্যমে এই সমস্ত শাসকদের উৎখাত করে, তার বদলে সেখানে অনেক বেশী এক সাম্যবাদী সমাজ স্থাপন করেছে। প্রজন্ম৯/১১: হিসাম আলমিরাত (মরোক্কো), ভিমিও-তে, ব্রিটিশ কাউন্সিল ইউএসএ-এর ভিডিও | Hisham Almiraat来自摩洛哥(注:他是全球之声作者),他认为穆斯林与阿拉伯人遭到误解,许多政府和媒体误以为他们全都支持攻击行动,犯案凶手也擅自宣称代表阿拉伯世界行动;十年过去,阿拉伯独裁政权、狂热与极端主义渐渐退烧,愈来愈多群众运动企图推翻高压政权,希望社会更加公平。 |
10 | হাঙ্গেরির ক্রিজষ্টিয়ান গাল এই বিষয়টির উপর দৃষ্টি প্রদান করেছে যে, যদিও ভৌগোলিকভাবে তাদের দেশ থেকে অনেক দূরে এই ঘটনা ঘটেছে, তারপরেও এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাঁর দেশের অগ্নিনির্বাপক কর্মী এবং স্কুলের বাচ্চার তাদের স্মরণে কিছু কর্মকাণ্ড পালন করে থাকে। | |
11 | যে বিষয়টি তিনি অনুভব করেছেন সেটি হচ্ছে এই ঘটনা একজন বহিরাগত এক ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে যে সেখানে আসলে কি ঘটছে, এবং বিষয়টি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং জাতীর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরো ভালো ভাবে উপলব্ধি করা যায়। | |
12 | তিনি তার কাজ এবং জীবনের ক্ষেত্রে এক নতুন অন্তর্দৃষ্টি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রজন্ম৯/১১: ক্রিজষ্টিয়ান গাল (হাঙ্গেরী), ভিমিও-তে, ব্রিটিশ কাউন্সিল ইউএসএ-এর ভিডিও | 匈牙利民众Krisztian Gal表示,虽然该国距离美国很远,当地消防员与学校仍举办活动,追思在911事件丧生的民众,他意识到因为身在局外,反倒能用不同观点看待此事,而串连不同文化与国家更能改善世界政治与国际关系,他也决定将这项态度融入工作及生活中。 |
13 | ক্রিস্টিয়ান বালির বাস যুক্তরাষ্ট্রের টেক্সাসে, কি ভাবে এই ঘটনার মধ্যে দিয়ে তাঁর সম্প্রদায়ের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে এবং এর ফলে সীমান্তকে বিপদের এক ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করা হয়েছে। | 德州居民Cristina Balli记 得当时社区笼罩在恐惧之中,边界成为代罪羔羊,认为会带来危险,人们也很害怕移民,演变成我们与他们之间的敌对状态,但其实攻击者并非透过美墨边界入境, 且拉丁裔社区也与攻击事件毫无关系。 |
14 | এই ঘটনার পর অভিবাসীদের ভয়ের চোখে দেখা হয় এবং এর ফলে এখন আমরা বনাম তারা নামক এক এক ঘটনার সৃষ্টি হয়েছে, এমনকি যদিও আক্রমণকারীরা মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে প্রবেশ করেনি এবং এখানকার সম্প্রদায়ের এই হামলার সাথে কোন সম্পৃক্ততা ছিল না। | |
15 | এক সময় যে অরক্ষিত সীমান্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতি বিনিময়ের একটা অংশ ছিল, এখন তা একটা দেওয়ালে পরিণত হয়েছে এবং ভদ্রমহিলা বলছেন যে এটা সমগ্র গতিশীলতার উপর প্রভাব ফেলছে এবং তার শহরের জীবনযাত্রাকে পাল্টে ফেলেছে। | 过往数十年来,美墨边界文化交流频繁,如今却成为一堵高墙,她认为严重影响社区生活方式和互动关系。 |
16 | প্রজন্ম৯/১১: ক্রিস্টিয়ান বালি (যুক্তরাষ্ট্র), ভিমিও-তে, ব্রিটিশ কাউন্সিল ইউএসএ-এর ভিডিও প্রজন্ম ৯/১১ ভিডিও প্রজেক্টে-এর সাইটে আপনার আরো ভিডিও দেখতে পাবেন। | 更多影片请见“911世代影片计划”网站,这项计划由英国文化协会Our Shared Future与Transatlantic Network 2020合作促成。 |
17 | এটি ব্রটিশ কাউন্সিলের আওয়ার শেয়ারড ফিচার এবং ট্রান্সলান্টিক নেটওয়ার্ক ২০২০ নামক প্রকল্পের এক যৌথ উদ্যোগ। Email | 本文缩图为2008年9月11日的“光之纪念碑”,照片来自Flickr用户milkmit,依据创用CC BY-NC-ND 2.0授权使用 |
18 | লিখেছেনJuliana Rincón Parra | |
19 | অনুবাদ করেছেন বিজয় | |