Sentence alignment for gv-ben-20080505-866.xml (html) - gv-zhs-20080521-1108.xml (html)

#benzhs
1ইরানঃ মুদ্রাস্ফীতি ও অস্পৃশ্য টমেটো ইরান সরকার প্রায়শ:ই মুদ্রাস্ফীতির অস্তিত্ব অস্বীকার করে, এবং দাবি করে যে এটা বিদেশী তথা মিডিয়ার আবিষ্কার।伊朗:通货膨胀与蕃茄价涨
2তথাপি, স্মরণকালের মধ্যে এ মাসে ইরানে সর্বোচ্চ ও দ্রুতগতিতে মুদ্রাস্ফীতি ঘটেছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হয়তো একটা কারণ, কিন্তু অনেক মানুষই প্রধান কারণ হিসেবে ব্যর্থ অর্থনৈতিক নীতিকে দায়ী করেন।伊朗政府时常否认国内存在通货膨胀,甚至指称是外籍人士与媒体杜撰而来,但近几个月通膨成长速度加剧,部分原因出于国际市场粮价上扬,不过许多人也认为主要是经济政策失灵所致,好几位博客都分享见解,以及通膨在日常生活的感受。
3কিছু ব্লগার নিত্যদিনের জীবন যাপনে মুদ্রাস্ফীতি নিয়ে তাদের ধারণা ও অনুভূতির কথা ব্যক্ত করেছেন। নিঃসহায় কৃষক এবং “অমনযোগী নেতৃবৃন্দ”无助农民与「无心」领导人
4এঘতেসাদ্দানেহ লিখেছেন (ফার্সী ভাষায়) যে সরকারী কর্মকর্তারা ইরানী কৃষকদের প্রতিনিধিত্ব ও রক্ষা করে না। ব্লগার আরো বলেছেন:Eghtesaddaneh表示[波斯文],伊朗农民未受官员保护与代言:
5কৃষি মন্ত্রণালয় কৃষকদের নয়, মধ্যবিত্ত ও চাকুরীজীবিদের প্রতিনিধিত্ব করে। কৃষকরা সবচেয়ে নির্বাক শ্রেণী।农业部代表中产阶级与雇员,而非农民,农民是沉默的阶级,各位可曾听闻他们抗争?
6আপনি কি কখনও তাদের প্রতিবাদ করতে শুনেছেন?
7আপনি কি কখনও শুনেছেন কৃষি মন্ত্রণালয় বাণিজ্য অবমুক্ত করার প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাড়িয়েছে? তিনি লিখেছেনঃ可曾听说农业部长反对自由贸易阻碍?
8বেশীরভাগ শিল্পোন্নত ও ল্যাতিন আমেরিকার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের জন্য যেমন সাহায্য বরাদ্দ করা হয়, ইরানে তেমন নেই। আমার শহর কাসান-এ ঠান্ডার কারণে পমগ্রানেট (বেদানা) বাগানের প্রায় বেশীরভাগই ধ্বংস হয়ে গেছে।Soweyda指出[波斯文],伊朗国会议长Hadad Adel说,国内或许有通膨,但至少也有安全,Soweyda揣测他是指伊朗社会比邻国安全,但通膨与经济困境也可能威胁安全。
9প্রাক্তন সংস্কারবাদী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আথালোলাহ মহাজেরানী বলেছেন (ফার্সী ভাষায়), প্রভাবশালী ধর্মগুরু মাধাভি কানীর বক্তব্যের জবাবে, জনগনের ভোগকৃত দ্রব্যের পরিমানের অভাবের সাথে মুদ্রাস্ফীতির কোন সম্বন্ধ নাই।
10ব্লগাররা লিখেছেন যে সরকার যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞদের কথা শোনে না এবং মনে করে মুদ্রাস্ফীতির জন্য লোকানুবর্তি এবং স্লোগান সর্বস্ব নীতি দায়ী।
11সাওয়েদা লিখেছেন (ফার্সী ভাষায়), ইরানী পার্লামেন্টের প্রেসিডেন্ট হাদাদ আদেল বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি থাকতে পারে, কিন্তু নিরাপত্তা তো আছে।
12ব্লগার ধারণা করেন যে হাদাদ হয়তো বোঝাতে চেয়েছেন ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় অনেক বেশী নিরাপদ; কিন্তু সেই সাথে স্মরণ করিয়ে দিয়েছেন যে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয় এই নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করতে পারে।
13ভগ্ন অঙ্গীকার দেহারী বলেছেন, বক্তৃতার মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব নয়।无信
14তিনি লিখেছেন: যখন আহমাদিনেজাদ দুইবছর আগে প্রথম মুদ্রাস্ফীতি অস্বীকার করেছিলেন, তিনি বলেছিলেন, বিগত চল্লিশ বছরের মধ্যে এটা সর্বনিম্ন।Dehyari表示[波斯文],通膨不可能以演说解决:
15তারপরে মাত্র ছয় মাস আগে তিনি অঙ্গীকার করলেন একটা ভাল ভবিষ্যত গড়ার; কিন্তু এই সব বক্তব্য আসলে পুরোটাই মিথ্যা। ব্লগার বলেছেন, সমাজ এই ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি আর সহ্য করতে পারছে না।伊朗总统两年前首度否认国内有通膨,他声称是40年来最低点;六个月前他承诺带给国家更好的未来,但这些都是假话。
16আহমাদিনেজাদের সিদ্ধান্ত বিশেষজ্ঞ মূল্যায়ন বা মৌলযুক্তির উপরে ভিত্তি করে নয় বলে দেহারী মনে করেন।他说社会不可能再容忍通货膨胀持续,更怀疑总统的决策并非依据专业或理性。
17আমির খসরুর বক্তব্য অনুযায়ী (ফার্সী ভাষায়) দশ জন সংসদ সদস্য আহমাদিনেজাদ ও তিনজন মন্ত্রীকে মুদ্রাস্ফীতি বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন।根据AmirKhosro所言[波斯文],十位国会议员曾提醒总统与三位阁员有关通膨警讯。
18ইসলামিক এসোসিয়েশন অব সাহর কুর্দ স্টুডেন্টস ব্লগ জানিয়েছে (ফার্সী ভাষায়), পার্লামেন্টের প্রাক্তন প্রেসিডেন্ট মেহদী কারোওবী সম্প্রতি আহমাদিনেজাদের সমালোচনা করেছেন এবং বিশ্ব পরিচালনার চেষ্টা বাদ দিয়ে আবাসন ও উপজীবিকা নিয়ে ভাবার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। অস্পৃশ্য টমেটোIslamic Association of Shahr Kurd Students博客指出[波斯文],国会前议长Mehdi Karoubi最近批评总统,希望总统多思考人民安居与生计,不要只想着掌控世界。
19আজারমোগান বিদ্রুপ করে লিখেছেন (ফার্সী ভাষায়) টমেটোর দাম এত বেড়ে যাচ্ছে যে আমরা এখন গর্বিতভাবে টমেটোর সাথে নিজেদের ছবি তুলতে পারি।
20সবচেয়ে দামী ফল হিসাবে কলার স্থান টমেটো দখল করে নিয়েছে।蕃茄,禁止触碰
21পারস ডার বোঝোরগ্রাহ লিখেছেন (ফার্সী ভাষায়) গতবছর আহমাদিনেজাদ বলেছিলেন যে তার নিকটবর্তী এলাকাতে টমেটোর দাম কম এবং লোকজন তা কিনতে পারছে, কিন্তু এ বছর মনে হচ্ছে সবাই এই উচ্চ মূল্য মেনে নিয়েছে।
22স্যান্ডউইচ থেকে টমেটো উধাও হয়ে গেছে। শ্যাগার্ড বলেছেন (ফার্সী ভাষায়) প্রতি কেজি টমেটোর দাম দুইশ দশ টাকা, যেখানে একজন শ্রমিকের মাসিক আয় মাত্র আট হাজার চারশ টাকা!Shagaro说[波斯文]每公斤蕃茄价格将近两欧元,但一般劳工月薪却只有80欧元!
23ফ্লিকার থেকে ছবি: * ভারাহরানের তোলা বরফআচ্ছাদিত ইরানের পমগ্রানেট (বেদানা)।照片来源:
24* মেরি লুজমোরের তোলা হামাদান বাজারের টমেটো।校对:nairobi