# | ben | zhs |
---|
1 | আর্জেন্টিনা: প্রচার মাধ্যমের জন্য নতুন আইনের অনুমোদন | 阿根廷:新媒体法通过 |
2 | অডিওভিজুয়াল মাধ্যমের জন্য আর্জেন্টিনার সরকার এক নতুন আইন করেছে, যা উন্মুক্ত তরঙ্গ, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর জন্য বেশ কিছু নতুন ধারাবাহিক নীতিমালার মাধ্যমে পালিত হবে। | |
3 | এর সাথে যোগ করা যেতে পারে এই আইন প্রয়োগের ফলে চ্যানেলে নির্ধারিত মাত্রায় গান ও ছবি প্রচারিত করতে হবে। আর্জেন্টিনার শেষ স্বৈরশাসক অপসারিত হবার পর থেকে যে নীতিমালা এই বাজার নিয়ন্ত্রণ করছিল তা বাতিল করা হয়েছে। | 阿根廷参议院通过有关影音媒体的新法,为公共讯号、有线及卫星电视广播建立新规范,也制订播出本地音乐与电影比例的下限,取代自阿根廷最后独裁时代管制市场的规定。 |
4 | নতুন প্রচার মাধ্যম আইন সমর্থন কারীদের একটি মিছিল: ছবি তুলেছেন বিয়াট্রিশ মার্চ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | 群众支持新媒体法照片来自Beatrice Murch,依据创用CC授权使用 |
5 | এই আইন নিয়ে আলোচনা করার সময় রেডিও ও টেলিভিশন চ্যানেল গুলো বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। দেশটির প্রধান প্রচার মাধ্যম ক্লারিন, যাদের বেশ কয়েকটি টিভি চ্যানেল, রেডিও স্টেশন রয়েছে এবং তাদের কেবল টিভিরও বেশ কিছু গ্রাহক রয়েছে। | 在法案讨论期间,有关电视与广播的内容引起许多争议,国内主要媒体集团Clarin因为必须释出部分电视频道、广播频道及有线电视收视户,对法案本身只有负面报导,其他媒体立场亦然,不过尽管媒体强烈抨击,国内并无大规模街头抗争出现,不过抗议画面在2008年讨论是否调涨农业税时曾上演。 |
6 | তারা এই আইনের কেবল খারাপ দিক তুলে ধরে এর সম্বন্ধে প্রচার করেছে এবং অন্য প্রচার মাধ্যমগুলোও একই কাজ করেছে। | 最后政府提出的媒体法案在参议院轻骑过关,可是12月10日国会将改选,届时现任政府将在国会两院都失去多数优势。 |
7 | তবে প্রচার মাধ্যমে এই আইনকে খারাপ ভাবে উপস্থাপন করা সত্বেও আর্জেন্টিনার শহরগুলোর রাস্তায় এই আইন নিয়ে তেমন কোন বিশাল বিক্ষোভ প্রদর্শিত হয় নি, যেমনটি ২০০৮ সালে কৃষিতে আয়কর বৃদ্ধির কারণে সৃষ্ট বিতর্কের সময় তৈরি হয়েছিল। | |
8 | এই আইনের ক্ষেত্রে শেষ পর্যন্ত সরকার সিনেটে এক সহজ বিজয় অর্জন করে। | Aristotelizar博客关注国会法案投票过程: |
9 | ১০ ডিসেম্বরের পরে সংসদে নতুন করে সাজানো হবে এবং এবং বর্তমান দল চেম্বার এবং কংগ্রেস উভয় জায়গায় তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। | |
10 | এরিস্টোটেলাইজার ব্লগ [স্প্যানিশ ভাষায়] কংগ্রেসে এই আইনের অনুমোদন প্রদানের উপর তারা মনোযোগ বজায় রেখেছেন: | |
11 | প্রচার মাধ্যমে এই আইনটিকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা বোঝা যাচ্ছে কি ভাবে রাষ্ট্রপতি দম্পতি এই দেশটিকে শাসন করছে। এই ঘটনায় স্পষ্ট হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্রমশ ক্ষয় পাচ্ছে। | 媒体法处理过程反映总统夫妇执政方式,让制度所剩无几的公信力持续削弱,这项老旧法律源于裴隆式(Peronism)意识型态,但世界其实已变化很大。 |
12 | এটি একটি সেকেলে আইন, যা পেরনের শাসনের সময় থেকে একে লালন পালন করে আসা হচ্ছে, যদিও সারা বিশ্ব সেই সময় থেকে অনেক খানি বদলে গেছে। ন্যানোপডের ব্লগ [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যৎ বাণী করেছে, সেই ভবিষ্যৎ বাণী অনুসারে এই আইনের সকল প্রয়োগ খারাপ কিছু বয়ে আনবে। | Nanopoder博客预期实施该法后,将会出现众多后果,但其中没一件好事,包括Un Alumno Diferente、El Atrilero、El Observatorio Político等博客中,都批评这项新媒体法或国会处理程序。 |
13 | প্রচার মাধ্যম সম্বন্ধীয় এই আইনের ব্যাপারে এন অ্যালুমনো ডিফেরেয়নসিয়েট [স্প্যানিশ ভাষায়], এল এট্রিলেরো [স্প্যানিশ ভাষায়], এবং এল অবজারভেটেরিও পলিটিকো [স্প্যানিশ ভাষায়] ব্লগের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে (অথবা কংগ্রেসে একে যে ভাবে উপস্থাপন করা হয়েছে অন্তত তার ক্ষেত্রে)। | |
14 | তবে এমন অনেকে রয়েছে, যারা এই আইনের অনুমোদনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, অল সেন্ট্রো ইয়া আডেন্ট্রো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে: La instalación del debate sobre una nueva ley de medios audiovisuales en el parlamento tuvo otro efecto en la población. | Al Centro y Adentro则主张通过这项法案有正面意义: |
15 | Las franjas más progresistas de la población acompañaron, militándolo, el proyecto de ley que envió el Poder Ejecutivo al Legislativo. Esta vez la centroizquierda y casi todo el campo popular apoyaron la iniciativa del Gobierno (…). | 国会讨论是否通过新影音媒体法,对民众产生了另一种影响,社会上最进步的族群都积极支持行政部门版本,此次中间偏左和几乎所有主要族群都力荐这项法案,[…]让菁英无法违背大众意志。 |
16 | Las élites dominantes no pudieron imponer sus intereses particulares (…) en contra de la voluntad general. নতুন অডিওভিজুয়াল আইন নিয়ে সংসদে তৈরি হওয়া বিতর্ক জনতার উপর আরেক ধরনের প্রভাব তৈরি করবে। | Francisco José Bessone的博客、Arte y Brujería、Sin Zonceras、Fin del Capitalismo ¿Salvaje? |
17 | এই আইনের ক্ষেত্রে সবচেয়ে প্রগতিশীল মানুষদের সমর্থন রয়েছে। | 等博客对法案看法较为正面。 |
18 | এর ফলে বেশ উদ্যমের সাথে এই আইনটি নির্বাহী বিভাগ থেকে আইন বিভাগের কাজে পাঠানো হয়েছে। এইবার বাম ও প্রায় সকল জনপ্রিয় দল সরকারের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে (…)। | Twitter网站上也有许多讨论与意见,可浏览#leydemedios及#leymedios两项标签。 |
19 | ক্ষমতা পরায়ণ অভিজাত শ্রেণী জনতার (…) ইচ্ছার বিরুদ্ধে তাদের চাওয়াকে জনতার উপর চাপিয়ে দেবে না। | 校对:Soup |
20 | এই আইন সম্বন্ধে সবচেয়ে ইতিবাচক লেখাটি পাওয়া যাবে ফ্রান্সিস্কো জোসে বেসনেস [স্প্যানিশ ভাষায়], আর্টে ইয়া ব্রুজেরিয়া [স্প্যানিশ ভাষায়], সিন জোনসেরাস [স্প্যানিশ ভাষায়] এবং ফিন ডেল ক্যাপিটালিজমো ¿ সালভাজো [স্প্যানিশ ব্লগে]। | |
21 | টুইটারে এই বিষয়ে বেশ লম্বা কিছু মত বিনিময় হয়েছে, যা হাসটাগ#লেইডেমিডিও (leydemedios) [স্প্যানিশ ভাষায়] এবং #লেইমিডিওস [স্প্যানিশ ভাষায়]-এ পাওয়া যাবে (প্রচার মাধ্যম আইন)। | |