Sentence alignment for gv-ben-20080516-920.xml (html) - gv-zhs-20080603-1125.xml (html)

#benzhs
1ম্যাসেডোনিয়াঃ গ্রীসের সাথে উন্মুক্ত যোগাযোগে ব্লগারদের গুরুত্বারোপ马其顿:与希腊沟通之必要
2ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নে ম্যাসেডোনিয়ানদের প্রবেশ বন্ধ করার জন্য গ্রীকদের কার্যকলাপের কারণে অভ্যন্তরীণ অশান্তি এবং ম্যাসেডোনিয়ান ট্রাক ড্রাইভারদের উপরে গ্রীক জাতীয়তাবাদী হাঙ্গামাকারীদের (অফিসিয়াল প্রতিক্রিয়া) অব্যাহত আক্রমনের খবরের প্রেক্ষিতে অসংখ্য ম্যাসেডোনিয়ান ব্লগার দুই জাতির মধ্যে দূরত্ব ঘোচাতে সেতু তৈরীর উদ্যোগ নিয়েছেন।
3অন্য দিকে কেউ গ্রীকদের মধ্যে ম্যাসেডোনিয়ানদের তথ্য সরবরাহের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে এবং আবার কেউ ম্যাসেডোনিয়ানদের মাঝে গ্রীক মিডিয়ার তথ্য বিনিময়ের দায়িত্ব নিয়েছে।
4নাম সমস্যা সমাধানে ম্যাসেডোনিয়ান ভাষা ও জাতিসত্তার উল্লেখও “সহায়ক নয়” বলে গ্রীক পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক ব্লগার, তাদের ধারণায় এটা একটা জাতির সংস্কৃতি মুছে ফেলার ধারাবাহিক ষড়যন্ত্র। ঝারকো ট্রাজানোভস্কি সংশ্লিষ্ট ইউএস ডেপট.希腊阻挡马其顿加入欧盟与北大西洋公约组织,在马其顿国内引发争议,也有愈来愈多报导指出,希腊民族主义暴民攻击马其顿卡车司机(官方反应见此),因此,许多马其顿部落客希望减少两国间认知上的差距,一方面将有关马其顿的资讯传递给希腊人,另一方面也将希腊媒体的讯息分享给马其顿同胞。
5অব স্টেট ব্রিফিং এর সবচেয়ে আকর্ষণীয় অংশ (ম্যাসেডোনিয়ানে) তুলে ধরেছেন। একই কারণে ডজন খানেক ব্লগার নিজেদের পোস্টে এবং ইউটিউবে পোস্টোজ্যাম (আমি বিদ্যমান) গানের ভিডিও পুনরায় প্রচার করছেন।希腊外交部长的声明中甚至指出,马其顿语与民族的存在对解决命名问题“没有帮助”,许多部落客认为这是延续文化大屠杀政策,Zharko Trajanovski提到相关的美国国务院简报,并选出最值得注意的片段[马其顿文]。
6ভিডিওটিতে ১৯৪৬-৪৯ সালে গ্রীসে সংগঠিত গৃহযুদ্ধের সময়ে ম্যাসেডোনিয়ান জাতি নির্মূলের তৎপরতার উপরে নির্মিত একটা ডকুমেন্টারীর কিছু দৃশ্য প্রদর্শন করা হয়। ভিডিও গানটির মানবতাবাদি কথা গুলো এমন, “আমি বিদ্যমান - সব কিছু ক্ষমা পায়ঃ এমনকি আমার জন্য তোমার অভিলাষও অবশিষ্ট নেই”।另一方面,许多部落客也处处宣传名为“我存在”(Postojam)的歌曲影片,将影片嵌入文章之中,或是反覆张贴于YouTube网站上,影片主要是1946年至1949年希腊内战时,关于马其顿人遭到种族灭绝的记录片画面,再搭配上充满人道主义的歌词:“我存在…原谅一切,甚至是你希望我不再存在。”
7এগনেস ব্লগের লেখক লিখেছিলেনঃ (ম্যাসেডোনিয়ানে)部落格Agnes的作者提到[马其顿文]:
8পপ রক গায়ক মিইয়াত্তার গান পোস্টোজ্যাম-এর ভিডিওটি অফিসিয়ালি মুক্তি পাবার পর থেকে ব্যাপক প্রচার পেয়েছে এবং বিশ্বব্যাপী ম্যাসেডোনিয়ানদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানের কথা ইংরেজী অনুবাদ করতে ও বহিঃবিশ্বে প্রচারের আগ্রহও পরিলক্ষিত হয়।自从流行摇滚歌手Miyatta的这一曲“我存在”正式曝光后,便受到媒体广泛报导,也是全球马其顿人讨论焦点,人们有兴趣把歌词译为英文,传播至海外,无论背景如何,这段影片都值得讨论,熟悉马其顿历史者赞扬Miyatta以影音方式表达立场,至于首次看见这些照片的人,则觉得一切太过残忍痛苦。
9প্রাসঙ্গিকতা বিবেচনা না করেও ভিডিওটি একটা মন্তব্য প্রদানের জন্য মহামূল্যবান হয়ে ওঠে। ম্যাসেডোনিয়ান ইতিহাসের সে অংশের বিষয়ে যারা অবগত তারা চমৎকার অডিও ভিজুয়াল অভিব্যক্তির জন্য মিইয়াত্তাকে অভিনন্দিত করেছেন।有些人觉得这只是为了吸引目光,现在还没看到太多正反评价,我很高兴只有极少数人漠视“我存在”这首歌。
10আর যারা প্রথম বারের মত এই ছবি দেখেছে, তারা মনে করে এত কঠিন বেদনাদায়ক দৃশ্য সত্য হতে পারে না।除了有悲伤与流亡的画面,也有团结与骄傲的画面,相当真实地反映出马其顿的样貌。
11কেউ বিশ্বাস করে এটা মনোযোগ আকর্ষণের একটা প্রচেষ্টা মাত্র।我们不要重现历史,而要超越历史。
12সব ধরণের নেতিবাচক ও ইতিবাচক মন্তব্য একই সঙ্গে শোনা যাচ্ছে।让我们一同超越,但首先,
13তবে আমার আনন্দ লাগছে এ জন্য যে পোস্টোজামের বিষয়ে নিঃস্পৃহ ব্যক্তির সংখ্যা খুবই কম।让我们了解历史!
14এক হাতে দুঃখ ও নির্বাসনের প্রতিচ্ছবি, এবং অন্য হাতে ঐক্য ও গর্বের প্রতিকৃতি ম্যাসেডোনিয়াকে প্রকৃত অর্থে সঠিকভাবে রূপায়ন করে।
15অতীতকে পুনঃজাগ্রত নয়, পেছনে ফেলতে হয় আমরা পেছনে ফেলি কিন্তু সর্বাগ্রে জানতে হবে ম্যাসেডোনিয়ার জেগে থাকার কথা।马其顿确实存在。
16অন্য দিকে, ড্রুগারসে ব্লগ গ্রীক প্রেসের নিবন্ধ অনুবাদ করে পোস্ট দিয়েছে যার মধ্যে কার্টুনও (ম্যাসেডোনিয়ানে) আছে। কিছু ব্লগার গ্রীসের পত্রিকা ইলিফথেরোটাইপিয়াকে দেয়া, ম্যাসেডোনিয়ান পরিচালক মিলসো ম্যানসেভস্কির সাক্ষাৎকারের (গ্রীকে) প্রশংসা করেছেন, এবং এর ইংরেজী অনুবাদের লিংক পোস্ট করেছে।除此之外,Drugarche部落格翻译希腊媒体的报导与漫画[马其顿文],也有一些部落客赞扬马其顿导演Milcho Manchevski[希腊文]接受希腊报纸《Eleftherotypia》的访问,并留下英文翻译的连结;也有些人提供更多史书[马其顿文]及西方报纸资料库[马其顿文]的历史资讯,以及希腊国旗可能的来源。
17কেউ কেউ প্রাচীন বই (ম্যাসেডোনিয়ানে) এবং ওয়েস্টার্ন নিউজপেপার আর্কাইভ (ম্যাসেডোনিয়ানে) থেকে ঐতিহাসিক তথ্য ও একই সাথে গ্রীক পতাকার সম্ভাব্য উৎস তুলে ধরেছে (ম্যাসেডোনিয়ানে):
18তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্য বিতরণের প্রাথমিক বাহন হিসাবে ব্লগ প্রমানিত হয়েছে। গ্রীসের ৫০ জন শান্তিকর্মী ১৭মে নির্ধারিত এসকপজেতে সফরের খবর প্রভাবশালী ব্লগ ভুনা-তে প্রথম প্রকাশিত হয়েছেঃ最重要的是,部落格已成为散播讯息、建立和平的主要管道,据报导,5月17日约50名希腊和平运动人士访问马其顿首都斯科普耶(Skopje),这项消息最先出现[马其顿文]于重要的Vuna部落格:
19ম্যাসেডোনিয়ার জাতীয়তাবাদী অনুভূতির আগুন আরো ঘনীভূত করা বা দূতাবাস, সুপারমার্কেট অথবা যেখানে সেখানে পাথর ছোড়ার জন্য এ আহবান নয়।
20বরঞ্চ এটা হচ্ছে সমস্ত পাগলামীর বিরোধীতাকারী একটা কার্যক্রমে অংশগ্রহণের আহবান।这不是要助长马其顿民族主义情绪,也不是要呼吁人们以石块攻击大使馆、超市等。
21গ্রীসের নাগরিকরা প্রথমত ও সর্বাগ্রে মানব, এবং এদের বেশীরভাগেরই পশ্চাদ্ধাবনমূলক ও ফেসিস্ট রাষ্ট্রীয় নীতির সাথে সম্পর্ক নেই। হাইওয়েতে মানুষদের নাজেহাল করা মূঢ়দের অসভ্যতামীর সাথেও এদের কোন সম্পর্ক নেই।相反地,这是要呼吁人们起身反对疯狂行为,希腊人也是人,其中大部分与那些倒行逆施的国家政策毫无关系,也与那些在高速公路骚扰驾驶的笨蛋无关;多数马其顿民众也并非“痛恨希腊一切”的笨蛋,也不会到联络处丢掷石块。
22ম্যাসেডোনিয়ান নাগরিকরাও বুদ্ধু নয় যে গ্রীসের সবকিছুকেই ঘৃনা করবে এবং লিয়াজন অফিসে পাথর ছুড়ে মারতে মরিয়া হয়ে ওঠবে। [….]和平、爱、同理心!
23শান্তি, প্রেম, পরার্থপরায়নতা!校对:scchiang