# | ben | zhs |
---|
1 | ইরান: একটি হ্রদকে শুকিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ | 伊朗:抗争阻止湖泊枯竭 |
2 | ইরানের আজারবাইযান এলাকার তাবরিজ এবং উরমিয়া (ইরানের উত্তর-পশ্চিমাংশের) শহর থেকে ২ এপ্রিল, ২০১১-এ, ডজন খানেক প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয় । এই বার প্রতিবাদকারীরা গণতন্ত্র বা স্বাধীনতার দাবীতে বিক্ষোভ করছিল না, তা বদলে তারা সরকারের কাছে লেক উরমিয়া নামক হ্রদটি রক্ষার দাবি জানাচ্ছিল। | 伊朗民众于4月2日在西北部亚塞拜然地区城市塔布里兹(Tabriz)及厄米亚(Urmia)抗议,共有数十人被捕,此次诉求并非民主或自由,而是要求政府保护厄米亚湖,这是全球规模数一数二的咸水湖。 |
3 | উরমিয়া বিশ্বের অন্যতম এক বৃহৎ লোনা পানির হ্রদ। হ্রদের একটি অংশে বাঁধ নির্মাণ করা হয়েছে, যেখানে সাম্প্রতি খরার মৌসুম চলছে, যার ফলে উরমিয়া জলাধারে বছরে যে পরিমাণ পানি থাকে, এবার তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। | 由于政府在湖边建置水坝,再加上近期旱灾,导致流入厄米亚湖的水量大减,进而提高湖水咸度,让许多鸟类不得不迁徙。 |
4 | ফলে সেখানে লবণাক্ততা বেড়ে গেছে, এবং অনেক পাখি সেই এলাকা ছেড়ে চলে গেছে। বিক্ষোভকারীরা আওয়াজ তোলে: “লেক উরমিয়া তৃষ্ণার্ত” এবং “ বাঁধ ভেঙ্গে দাও, আর পানির স্রোতকে লেক উরমিয়াতে বইতে দাও”। | 抗议民众高喊,“厄米亚严重口渴”、“拆除水坝,让水源流入厄米亚湖”。 |
5 | তাবরিজসেই নামক ওয়েবসাইটে, আজকের বিক্ষোভের বেশ কিছু ছবি রয়েছে- যেমন উপরে ছবিটি। | Tabrizsesi网站上有多张照片(如上图),记录抗争现场情况。 |
6 | এজ ইনভার ও ওওনভার বলছে[ফরাসী ভাষায়] আজ আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আজারবাইযানি নাগরিকরা জেগে উঠেছে এবং লেক উরমিয়া রক্ষার দাবিতে বিক্ষোভ করছে। | Az inavr o Oonvar表示: |
7 | তেহরান এবং সিরাজের মত ইরানের অন্য শহরের নাগরিকদের ঐক্যের প্রতীক হিসেবে এই আন্দোলনকে সমর্থন করা উচিত। | 伊朗亚塞拜然地区民众今日挺身而出,试图拯救厄米亚湖,其他城市的伊朗民众应声援与支持这项活动。 |
8 | উরমিসিলেরি ব্লগ লিখেছে [ফরাসী ভাষায়] যে প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য অনুসারে, উরমিয়ায় প্রায় ৩০০ লোক বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাদের দমন করে এবং বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়। | |
9 | লেক উরমিয়াতে ১২০ টি দ্বীপ রয়েছে, এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপটির নাম কাবোডি। এই দ্বীপে হালাকু খানের কবর রয়েছে। | Urmuiscileri提到,目击者指称,约300人想在厄米亚发动集会抗争,却遭到安全人员镇压,多人遭到逮捕。 |
10 | হালাকু খান বিখ্যাত মোঙ্গল সম্রাট চেঙ্গিস খানের নাতি। খ্রিস্টপূর্ব ৯ শতকে অ্যাসিরিয় ইতিহাসে লেক উরমিয়ার নাম জানা পাওয়া যায়। | 厄米亚湖共有102座岛屿,其中Kaboudi为第二大岛,蒙古帝国君主成吉思汗之孙旭烈兀即生于此地,有关厄米亚湖最早文献记录始于西元前九世纪的亚述人。 |
11 | এই লেক সম্বন্ধে ইতিহাসের প্রথম দিককার যে সব তথ্য পাওয়া যায় এটি তার মধ্যে অন্যতম। | 厄米亚湖之美请见Abdolian.com。 |
12 | এবডোলিয়ান. কমে প্রকাশিত ছবিতে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করুন। | 校对:Soup |