Sentence alignment for gv-ben-20150331-47996.xml (html) - gv-zhs-20150324-14129.xml (html)

#benzhs
1চার বছর কারাভোগের পর ভিয়েতনামের ফটোসাংবাদিকের অনশন-ধর্মঘট তরুণ ফটোসাংবাদিক মিনহ মান ডাং গুয়েন ভিয়েতনামে কারা ভোগ করছেন।入狱四年後 越南摄影记者持续绝食抗议
2এ সময় তাঁর সাথে যেসব অন্যায় আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সম্প্রতি তিনি কয়েক মাস দীর্ঘ একটি অনশন-ধর্মঘট পালন করছেন।越南籍年轻摄影记者阮邓明曼最近几个月来持续进行长期绝食抗议,以控诉其在监禁期间所受到的不良待遇。
3বার বার অনশন-ধর্মঘট পালনের প্রেক্ষিতে তাঁর ওজন বর্তমানে মাত্র ৩৫ কেজিতে নেমে এসেছে।因接连几次的绝食抗议,阮邓明曼最近体重仅剩下35公斤。
4মিনহ মান। ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে।阮邓明曼。
5হো চি মিন শহরে একটি চীন বিরোধী আন্দোলন চলাকালীন সক্রিয় কর্মী দেয়ালচিত্রের ছবি তোলার অভিযোগে গত চার বছর আগে মিনহ মানকে গ্রেপ্তার করা হয়।图片经授权使用。
6“সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিভিন্ন কর্মকান্ডে জড়িত” থাকার অপরাধে আরও ১৩ জন ব্লগার এবং সক্রিয় কর্মী সহ তাকে ২০১৩ সালের জানুয়ারি মাসে অপরাধী বলে রায় দেয়া হয়। এটিকে গত কয়েক বছরে সংঘটিত দেশটির সবচেয়ে বড় নাশকতামূলক তৎপরতা হিসেবে বর্ননা করা হয়েছে।大约四年前,明曼因为在胡志明市进行的反中国抗议活动中拍摄激进份子涂鸦作品而遭逮捕,并在2013年1月与其他13位部落客及激进份子以「意图推翻政府」罪名被起诉,此次事件被认为是越南近几年来最严重的叛国罪诉讼。
7তাকে আট বছরের কারাদন্ড দেয়া হয়েছে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য গৃহবন্দী থাকার শাস্তি দিয়ে রায় দেয়া হয়েছে। তাঁর মুক্তির জন্য বার বার দাবি জানানো সত্ত্বেও মিনহ মান এখনও কারাবন্দী রয়েছেন।明曼遭判入监服刑8年及自宅软禁5年,尽管外界声浪纷纷要求释放明曼,她仍旧无法出狱。
8দীর্ঘ কারাদন্ড এবং পরবর্তীকালের গৃহবন্দী থাকার শাস্তি প্রদানের সাথে সাথে মিনহ মানকে অন্য ধরনের শাস্তিও ভোগ করতে হয়েছে।不只被判多年的入监服刑及随後的自宅软禁,明曼在拘禁期间还遭受到日益不公且歧视的待遇。
9আর তা হচ্ছে, কারাগারে থাকা অবস্থায় তিনি নানা রকম পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন।自2014年11月开始,明曼就被单独监禁在监狱一处保全森严的拘禁室。
10মিনহ মানকে ২০১৪ সালের নভেম্বর মাস থেকে কারাগারের একটি বিচ্ছিন্ন এলাকাতে আলাদা করে বন্দী রাখা হয়েছে, যেখানে কঠোর নিরাপত্তার মাঝে শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। তাকে কেন এ জায়গাটিতে রাখা হয়েছে তা অস্পষ্ট।为什麽明曼被关在那里的原因不明,但据传这块新盖的惩戒区是专门用来拘禁良心犯。
11কারাগারটির “শাস্তিমূলক এলাকা” অর্থাৎ যেখানে তাকে রাখা হয়েছে জনশ্রুতি অনুযায়ী মুক্ত চিন্তার কারণে যারা কারাবন্দী তাদের শাস্তি প্রদানের একক উদ্দেশ্য নিয়ে সেটি নির্মিত হয়েছে।
12অন্যান্য কারাবন্দীরা বিভিন্ন খেলাধুলা এবং শরীরচর্চামূলক কাজে অংশ নিতে পারলেও মিনহ মানের ক্ষেত্রে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। অরাজনৈতিক কারাবন্দীদের সাথে মেলামেশার কোন সুযোগ তাঁর নেই।不若其他的囚犯,明曼被禁止做身体活动及运动,也不能与其他非政治犯有互动,政治犯们也都经常受到言语攻击及挑衅。
13রাজনৈতিক কারাবন্দীরাও নিয়মিতভাবে মৌখিকভাবে আক্রান্ত হন এবং তাদের নানাভাবে জ্বালাতন করা হয়। পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলতে মাঝে মধ্যে মিনহ মানের সাথে সাক্ষাতের অধিকারও সীমিত করে দেয়া হয়।更糟的是,明曼的探视权有时会被剥夺,也曾是良心犯的母亲最近来探望明曼时遭拒,这些手段的目的都是为了施加由单独监禁而造成的心理压力,也藉此营造一股恐惧偏执的气氛。
14উদাহরণ স্বরূপ বলা যায়, সম্প্রতি তাঁর মা একবার তাঁর সাথে দেখা করতে যান।明曼所受到的待遇现在已然成为越南政府对付良心犯的惯用手段。
15কিন্তু তাকে মায়ের সাথে দেখা করতে দেয়া হয়নি। উল্লেখ্য তাঁর মাও এক সময় মুক্তচিন্তার কারণে কারাবন্দী ছিলেন।国际特赦组织在2013年针对越南良心犯所做的报告指出,现在许多政治犯遭受到残忍.
16নির্জন কারাবাসরত অবস্থায় তাদের মানসিক চাপ আরও বেশি বাড়িয়ে দিতে এবং ভয় ও নির্যাতনের মাধ্যমে এক ধরনের মানসিক বৈকল্যের সৃষ্টি করতে এধরনের কাজগুলো করা হচ্ছে। মিনহ মানের প্রতি এই অন্যায় আচরণ আরও বড় কোন গতিধারার একটি অংশ।丶非人道且不名誉的恶劣待遇,而这些不公的对待方式,包括其他囚犯对政治犯的攻击,狱卒都不会介入处理。
17ভিয়েতনামে মুক্ত চিন্তার কারাবন্দীদের বিষয়ে ২০১৩ সালে করা একটি প্রতিবেদনে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, রাজনৈতিক বন্দীদের নিষ্ঠুর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
18সেই আচরণ রীতিমত নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদা হানিকর আচরণের সমার্থক। এমনকি অন্যান্য কারাবন্দীরাও তাদের সাথে অমানবিক আচরণ করা সত্ত্বেও কারারক্ষী বাহিনীও এক্ষেত্রে বাধা দেয়নি।国际特赦组织进一步表示,这些政治犯往往都是长期单独监禁,曾入狱过的良心犯们都确认这项事实,并描述他们遭到单独监禁及言语暴力,无法看书也没有适当的饮食待遇,这也另外造成他们健康上的问题。
19অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নির্জন কারাবাসরত অবস্থায় অথবা শাস্তি হিসেবে দীর্ঘ সময়ের জন্য যখন তাদের আলাদা রাখা হয়েছে, তখন তাদের সাথে এমন আচরণ করা হয়েছে।
20অতীতে মুক্তচিন্তার কারণে কারাবন্দী থাকা কয়েকজন এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তাদেরকে নির্জন কারাবাস অবস্থায় রাখা হয়েছে এবং মৌখিকভাবে আক্রমণ করা হয়েছে।
21কখনও কখনও বই পড়তে, প্রয়োজনীয় পরিমাণ খাবার এবং খাবার পানি দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। যার ফলে তারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন।联合国人权事务委员会与联合国人权事务特别报告员都强调,单独监禁期间过长丶加上与外界资讯隔离都算是酷刑与残忍丶非人道且不名誉的待遇。
22জাতিসংঘ মানবাধিকার কমিটি এবং জাতিসংঘের বিশেষ দূতের ভাষ্যমতে, অত্যাচার, দীর্ঘকালীন নির্জন কারাবাসে রাখা, বিশেষ করে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে রাখতে যেখানে পৃথকভাবে বন্দী রাখা হয়, সেখানে নির্যাতন অথবা অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অপমাননাকর আচরণ করা হয়ে থাকে।
23মিনহ মানের ছবি। অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত।曾经是女警也是自由记者社团创办人之一的谢风秦,也与明曼一样开始绝食抗议。
24মিনহ মানের সাথে অনশন-ধর্মঘটে তা ফং তান অংশ নিয়েছিলেন। তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকদের মুক্ত কর ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য।谢风秦被关在与明曼同个监狱,服刑十年,她的母亲在2012年7月因不满女儿被拘禁,在政府机关前自焚後伤重不治。
25তিনিও মিনহ মানের মতো একই কারাগারে দশ বছরের শাস্তি ভোগ করছেন। তা ফং তানের মা তাঁর মেয়ের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সরকারের কার্যালয়ের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর আগুনে পুরে যাওয়া ক্ষতের কারণে ২০১২ সালের জুলাই মাসে মারা যান।在收到2014年12月的请愿後,媒体法律保护倡议组织已提供联合国任意拘留问题工作组有关明曼处境恶化的最新情况,盼藉此能达到支持明曼为了改善监狱环境所做的英勇奋斗。
26কারাগারের পরিবেশ উন্নয়নের জন্য মিনাহ মানের সাহসী সংগ্রামকে সমর্থন জানানোর আশা নিয়ে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ নির্বিচারে আটকের বিষয়ে ২০১৪ সালের ডিসেম্বর মাসে একটি আবেদন দাখিল করেছে। মিনহ মানের অবস্থার অবনতি নিয়ে প্রচার মাধ্যমের আইনগত প্রতিরক্ষা উদ্যোগ সেই আবেদনটিকে আপডেট করেছে।译者:Nick Chen 校对:Timmy Shen