Sentence alignment for gv-ben-20080112-558.xml (html) - gv-zhs-20080119-871.xml (html)

#benzhs
1ভারত: টাটা ন্যানোর পরিচিতি印度:塔塔小汽车登场
2সম্প্রতি নতুন দিল্লির অটো শোতে অতি ছোট গাড়ী টাটা ন্যানোর উন্মোচন বিভিন্ন ব্লগোস্ফিয়ারে বেশ উত্তেজনা ছড়িয়েছে।
3এই গাড়ির সাধারন সংস্করনের দাম হচ্ছে ১ লাখ রুপী (প্রায় আড়াই হাজার আমেরিকান ডলার) যা একে ভারতের (এমনকি পৃথিবীর) সবচেয়ে কমদামী গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
4এই নতুন গাড়িকে অভ্যর্থনা জানাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
5অনেকে বলছে যে এরকম সস্তা গাড়ি ভারতীয় শহরগুলিতে যে ট্রাফিক সমস্যাসহ অন্যান্য অবকাঠামো সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে তা আরও বাড়াবে।
6এছাড়াও বেশী পরিমানে গাড়ি রাস্তায় চলার কারনে পরিবেশ দুষণের ব্যাপার তো রয়েছেই।
7তবে বেশ অনেকেই এই গাড়িটি সম্পর্কে খুবই আশাবাদী।
8ইন্ডিয়ান মুসলিমস ব্লগ লিখছে যে এই গাড়িটি ভারতের গ্রামান্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে:
9সমালোচকদের সাথে আমিও একমত যে এটি ট্রাফিক সমস্যা আরও বাড়াবে।名為塔塔Nano的超迷你汽車在新德里車展亮相,引起部落客圈熱烈討論,標準版小汽車的售價為2500美元,一舉成為印度市場最平價的車種。
10আমাদের শহরগুলো ট্রাফিক জ্যাম এবং জনসংখ্যাবহুল রাস্তা দ্বারা জর্জরিত। কিন্তু রতন টাটা একজন ব্যবসায়ী।人們對這輛新車的看法正反不一,有些人認為平價車只會讓印度市區基礎建設惡夢加劇,讓塞車情形每下愈況,而且車輛增加也代表污染攀升,不過也有許多人對新車種看法十分正面。
11তার লক্ষ্য হচ্ছে মানুষের উপযোগী এমন পণ্য বের করা যেটি সবচেয়ে কম দামে পাওয়া যাবে।
12তবে এই অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধানের দায়িত্ব সরকার এবং নীতি নির্ধারকদের।
13তাদের কাছে এটি হয়ত বেশীই চাওয়া হয়ে যাচ্ছে।部落客Indian Muslims覺得這部車將對印度鄉村帶來值得注意的影響:
14আমরা দেখেছি এই ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিতে না পেরে ‘ব্যাঙ্গালোর' এবং ‘পুনে' শহরকে শোচনীয় অবস্থায় যেতে।
15আমি নিশ্চিত যে এই গাড়িটি জনপ্রিয় হলেও এটি ট্রাফিক দুর্বিপাকের সৃষ্টি করবে।
16তবে আমরা যদি শহরান্চলের বাইরে চিন্তা করি তবে ভারতের গ্রামান্চলে, যেখানে ৭০% ভারতীয় থাকে এটি একটি জীবন পরিবর্তনের কারন হতে পারে। ইন্ডিকুইল বিভিন্ন প্রতিক্রিয়ার উপর তার মন্তব্য করছে এবং এই ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছে যে গাড়ি কেন শুধু বিলাস পণ্য হবে?我同意批評者所言,平價車一定會造成交通打結,印度都市今日常見車陣長龍,處處人滿為患,但塔塔家族是企業集團,他們只想著如何 以最低廉價格製造民眾需要的產品,基礎建設窘境得依賴政治人物與政府決策者解決,但這樣可能對政治人物要求太高,我們看到班加洛(Bangalore)和 浦那(Puna)等大城的建設趕不上人口快速成長,造就龐大的災難,我相信塔塔Nano若上市成功,必然會致使交通癱瘓,不過若我們跳脫城市思維,對全國 七成民眾居住的鄉村地區而言,這將使他們的生命大大改觀。
17একদিকে আমরা কি পাব এটি প্রমান করে যে গাড়ি শুধু বিলাসবহুল ভোগ্যপণ্য থাকবে?IndieQuill綜合各方反應,並指出汽車本來就不該成為奢侈品。
18রতন টাটা হয়ত একটি প্রচার অভিযান চালাচ্ছে তার জন্যে কিন্তু তিনি ঠিকই বলছেন যে এদেশে লাখো পরিবার রয়েছে যারা নিরাপদ নয় এমন যানবাহন ব্যবহার করছে কারন তাদের নিরাপদ যানবাহন সুবিধা ভোগ করার মত অর্থনৈতিক অবস্থা নেই।
19যে এই চিত্র দেখেছেন যে মটর বাইকের উপর একজন মহিলা তার ছোট বাচ্চাকে কোলে নিতে হিম সিম খাচ্ছেন আর তার স্বামী মন্থর ট্রাফিকের মধ্য দিয়ে তার বাইকটি নিরাপদ ভাবে চালানোর চেষ্টা করছে নিশ্চয়ই তর্ক করার চেষ্টা করবেন না যে সারা জীবন ঐ পরিবারকে এই অনিরাপদ যানবাহনেই চলতে হবে এবং তার ফলে আমরা যাদের ব্যন্কে অনেক টাকা আছে তারা এসি গাড়িতে রাজহাঁসের মত রাস্তায় চলতে পারি।
20ডোন্ট ট্রাস্ট দ্যা ইন্ডিয়ান অটো এক্সপো থেকে এই গাড়িটির কিছু ছবি পোস্ট করেছেন।
21তিনি মন্তব্য করছেন পরিবেশবাদীরা তাদের সুনাম নষ্ট করবে যদি তারা মানুষের (গাড়ি চড়ার) আকাঙ্খার বিরুদ্ধে আন্দোলন করেন:
22সুনিতা নারাইন এবং আর কে পাচাউরির জানজট এবং পরিবেশ দুষনের উপর মন্তব্য হচ্ছে বড়লোকদের দৃষ্টি ভঙ্গী।
23মানুষ হয়ত এই গাড়িটির বিরুদ্ধে প্রতিবাদ করবে।一來,我們為什麼總得把汽車塑造成奢侈品?
24কিন্তু তাদের অন্যান্য কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ এবং ডিজেল জেনারেটর ইত্যাদির বিরুদ্ধে। ভারতীয় পরিবেশবাদীদের সমস্যা হচ্ছে ভুল ব্যাপারে প্রতিবাদ করে তারা বিশ্বাস যোগ্যতা নষ্ট করে।塔塔集團的公關活動或許太積極,但他們認為無數家庭因為經濟無法負荷,只能忍受危險的 交通方式,這一點倒是說得沒錯,我們都看過女子坐在丈夫腳踏車的後座,,而她的大腿上還抱著一個嬰兒,一家子盡力穿梭在交通擁擠的車陣間,任何人看過這幅 畫面,怎麼還會認為要讓他們維持現有狀況,而銀行帳戶裡比較有錢的我們,卻能坐在冷氣轎車裡閒逛。
25আমাকে গ্রীনপিসের গ্রাহকের তালিকা থেকে বাদ দেয়ার কথা মনে করিয়ে দিও। মানুষের আকাঙ্খার বিরুদ্ধে যেওনা তোমরা, বিশ্বাস যোগ্যতা হারাবে।Don't Trust The Indian Media!
26মানুষকে বল আরও বিচক্ষণ ভাবে টাকা খরচ করতে, সরকারকে বল অনুৎপাদনশীল খাতে টাকা না খরচ করতে, এবং যানবাহন ও টেলিযোগাযোগের বিরুদ্ধে না যাওয়াই ভাল।
27আল্ট্রাব্রাউন এর নিরাপত্তার ব্যাপার নিয়ে কথা বলছে তবে এই গাড়িটির ব্যাপারে খুবই আশাবাদী যা বিভিন্ন ব্যাপার থেকে নিরাপত্তা দেয়:
28টাটা মটরস সেই করল্লা'র আধুনিক সংস্করন বের করেছে যা মুদ্রাস্ফীতি সামলিয়েও কম দামে পাওয়া যেত।
29টাটা ন্যনো দেখতে খুব সুন্দর নয় অথবা গতানুগতিক চাকাও তার নেই।張貼攝自車展的新車相片,認為環保運動份子若目標設定錯誤,可能會造成反效果:
30এর বাকানো বাম্পার নতুন মডেলের ফোর্ড টরাসের কথা মনে করায় যাতে ভ্রু উচাবে অনেকেই। তবে মাত্র এক লাখ রুপীতে (আড়াই হাজার ডলার) এটি বিশ্বজুড়ে মধ্য এবং নিন্মবিত্ত পরিবারদের হাতে একটি অধিকতর নিরাপদ যানবাহন দেবে।對於Sunita Narain和R K Pachauri認為新車會讓交通與污染惡化,我在他們身上聞到我最怕的濃濃菁英氣味,人們也許會反對這輛新車,但他們抗議的對象應該是工廠、柴油引擊 等,印度環保人士的問題在於,抗議的對象如果錯誤,只會造成反效果。
31মার্কেটিং প্র্যাকটিস সেই সময়ের কথা চিন্তা করছে যখন এই গাড়িটির ঘোষণা প্রথম করা হয়েছিল এবং লোকে এর বাস্তবতা নিয়ে বিদ্রুপ করেছিল। এখন এই গাড়িটির হয়ত কোন মার্কেটিং উদ্যোগ লাগবে না:請提醒我別再訂閱綠色和平組織的訊息,各位,別抗議人們的期望,那會讓你們失去外界的 支持,告訴民眾要聰明消費,告訴政府支出要更謹慎,別讓發展亂無章法,但人民對運輸和行動的渴望,不是你們該反對的目標。
32মার্কেটিং বিভাগে টাটা ন্যানোর স্বপ্নের অভিষেক হয়েছে।Ultrabrown提出新車部分安全疑慮,不過整體仍對新車看法相當正面,至少能提供駕駛與乘客部分保護。
33আসলে এই গাড়ির কোন বিজ্ঞাপন দরকার নেই শুধু কিছু ধণাত্মক জনসংযোগ কর্মসূচী হলেই চলবে। এই ব্রান্ডকে হয়ত কার্যকারিতা সংক্রান্ত কিছু অবিশ্বাসকে জয় করতে হবে।塔塔汽車剛推出現代版的Corolla,成本價格能夠對抗通貨膨脹,真的很低廉,新車種不是選美皇后,也沒有(像iPod的)酷炫觸控式轉盤,它的保險桿弧度像是福特的Taurus,前緣長得像箱魨魚,但因為價格只要2500美元,能讓更多中低階層家庭獲得安全的行動力。
34আরেকটি কঠিন কাজ হবে প্রথমদিকে ক্রেতাদের অতিরিক্ত ভীড়কে সামলানো।Marketing Practice回顧從前汽車剛推出時,還遭到社會大眾的嘲笑,但也相信這部汽車應該不用太多行銷策略便能暢銷:
35যেহেতু এই গাড়ী সাধারন মানুষের জন্যে তাদের হয়ত ডিলারদের কাউন্টারগুলোতে কিছু দুর্ব্যবহার সইতে হবে। ভারতীয় গাড়ী বাজারের এখনও ভাল ক্রেতা সেবা নেই।就行銷角度而言,Nano這部新車的起跑點非常成功,在發佈時已得到大量而正面的公關報導,因此未來可能不需要任何廣告,然而塔 塔集團可能要面對外界對車輛性能的質疑,另一項問題在於消費者可能一窩蜂前來購買,既然這個車種訴求是平民汽車,屆時消費者在經銷點可能會遭到粗魯待遇, 印度行銷專家還得努力提升客服品質,就消費者關係而言,塔塔集團與經銷商要如何處理上市初期市場反應,仍然值得觀察。
36টাটা এবং তার ডিলাররা ক্রেতাদের চাপ কিভাবে সামলায় এটি দেখার বিষয় হবে।