Sentence alignment for gv-ben-20091022-7064.xml (html) - gv-zhs-20091023-4030.xml (html)

#benzhs
1সোমালিয়া: সরকার কি যুদ্ধের জন্য তরুণ কেনিয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে?索马里:政府招募肯亚人参战?
2২০০৯ সালে এটাই ছিল সোমালিয়ার ব্লগারদের প্রথম বৈঠক। হ্যাঁ, প্রায় এক বছর আমি ব্লগ থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি, চিরদিনের জন্য।这是全球之声2009年第一篇来自索马里的博客综合报导,笔者先前中断博客超过一年,不过现在已重返全球之声团队,未来还有更多相关报导。
3ফিরে আসার পর, এটাই আমার প্রথম পোষ্ট এবং সামনের দিনগুলোতে আমি সোমালী ব্লগ নিয়ে আরো লেখা পোস্ট করার ইচ্ছে রাখি।Royale Somalia介绍去年才毕业的一位年轻女医师:
4ব্লগার রয়াল সোমালিয়া দেশটির রাজাধানী মোগাদিসুতে বাস করা এক তরুণীর কথা জানাচ্ছেন যে গতবছর ডাক্তারী পাশ করেছে। তিনি লিখেছেন:2008年12月,20位索马里学生克服重重困阻,终于从国内医学院毕业,这是国内近20年第一批医学院毕业生。
5২০০৮ সালের ডিসেম্বর মাসে আফ্রিকার শিং হিসেবে পরিচিত সোমালিয়া নামক দেশটিতে ছাত্ররা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মোগাদিসু চিকিৎসা মহাবিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে- প্রায় দুই দশকের ব্যর্থতার পর তারাই প্রথম ছাত্র, যারা এই কৃতিত্ব অর্জন করল।
6ডাক্তার হাফসা আবদুররহমান মোহাম্মদের বয়স ২৬ বছর। এই ভদ্রমহিলা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যিনি রাজধানীর বেনাডির বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন।Hafsa Abdurrahman Mohamed医师现年26岁,从Benadir大学获得这份结业证书,她在完成学业时,决定为「无疆界医师组织」服务,运用自身技能在索马里提供免费医疗。
7পড়া শেষ করার পর তিনি মেদসা সঁ ফ্রন্টিয়ারস (সীমান্তবিহীন ডাক্তারের দল) নামক প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বিনে পয়সায় সোমালি নাগরিকদের চিকিৎসা করতে চান।The East African Philosopher评论索国总统阿梅德(Sharif Ahmed)访问美国一事,以及美国对阿梅德的立场变化:
8সোমালি রাষ্ট্রপতি শরিফ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। তার সাথে চুক্তি করার সময় যুক্তরাষ্ট্র সরকারের নীতি পরিবর্তনের উপর ইস্ট আফ্রিকা ফিলোসফার মন্তব্য করেছে:2006年12月,索马里现任名义总统阿梅德正在逃亡,躲避衣索比亚军队、美国中央情报局及美国突击队的追缉。
9২০০৬ সালের ডিসেম্বরে শেখ শরিফ শেখ আহমেদ ইথিওপিয়ার সামরিক বাহিনী, সিআইএ এবং যুক্তরাষ্টের কিছু সৈনিকদের সহায়তা দেশটির ক্ষমতায় বসে, বর্তমানে যিনি সোমালিয়ার ক্রান্তি কালীন কেন্দ্রীয় সরকারের নামমাত্র রাষ্ট্রপতি।
10ইস্ট আফ্রিকান ফিলোসফার বলেই চলেছে:East African Philisophers接着提到:
11এই সপ্তাহে শেখ শরিফ মিনিয়াপোলিসে গিয়েছিলেন (এবং সেই ক্ষ্যাপাটে সংসদ সদস্যের বাসায়) সেখানকার সংসদ সদস্য, প্রশাসক বা গভর্নর এবং শহরের কাউন্সিলর/ মেয়রের সাথে দেখা করতে। কয়েক সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে নাইরোবীতে সাক্ষাৎ করেন।本周阿梅德前往美国明尼苏达州,会见国会议员、州长、市长与市议员,几个月前他和美国国务卿希拉蕊柯林顿(Hillary Clinton)在肯亚会晤,仅仅二年,阿梅德已从恐怖份子成为总统,这肯定是历来首见,这正好证明美国外交政策多么糟糕。
12সে সময় হিলারী আফ্রিকা সফর করছিলেন। দুই বছরের মাথায় শেখ শরিফ একজন সন্ত্রাসবাদী থেকে রাষ্ট্রপতিতে পরিণত হন।The Kenya Somali Blog指称,索马里政府正在肯亚招募青年:
13এই ভাবে বলা যায়, বন্ধুত্ব সবার আগে। আমার কাছে এটি যুক্তরাষ্ট্রের এক বিচিত্র পররাষ্ট্রনীতি ছাড়া আর কিছুই না।肯亚东部地区领袖表示,联合国支持的索马里政府已招募超过170位肯亚青年与退役军人,要对抗索国境内游击队。
14কেনিয়া সোমালি ব্লগ বলছে, সোমালি সরকার কেনিয়ায় বাস করা সোমালি তরুণদের যুদ্ধের জন্য দিচ্ছে:
15জাতিসংঘ সমর্থিত সোমালি সরকার বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য কেনিয়ায় বাস করা প্রায় ১৭০ জন সোমালি তরুণ ও প্রাক্তন সরকারি কর্মচারীকে নিয়োগ দিয়েছে।
16আফ্রিকার শিং নামে পরিচিত সোমালিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, পূর্ব কেনিয়ার একজন আঞ্চলিক নেতা এই বিষয়টি জানিয়েছে। মোহাম্মেদ গাবো গারিসার মেয়র।Garissa市市长Mohamed Gabow向国际通讯社路透社表示,招募索马里裔肯亚人的活动就在市郊的Bulla Iftin村进行。
17তিনি রয়টার্সকে বলেন যে বুলা ইফটিন নামের গ্রামের এক ঘরে জাতিগত সোমালি কেনিয় তরুণদের নিয়োগ দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে, তিনি যে শহরের মেয়র তার এক প্রান্তে এই এলাকার অবস্থান।
18বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে গাবো বলেন, খুব গোপনে এই নিয়োগ প্রদান করা হয় নি। এই অংশগ্রহণ ভীতিকর কিছু নয়।市长于星期四受访时指出:「招募活动并非秘密,参与者并不担心,他们前往各处宣传招募活动。」
19তারা গ্রামের সকল স্থানে গিয়ে এই অনুশীলনের কথা ঘোষণা করেছে।校对:Soup