Sentence alignment for gv-ben-20120823-28586.xml (html) - gv-zhs-20120718-11241.xml (html)

#benzhs
1উগান্ডাঃ নোডিং রোগ শিশুদের ভবিষ্যৎকে রুদ্ধ করছে নোডিং রোগ ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক অক্ষমতার একটি রোগ।乌干达:点头症剥夺孩童未来
2এটি বর্তমানে দক্ষিণ সুদান, তানজানিয়া ও উগান্ডার উত্তরাঞ্চলের কিছু এলাকায় দেখা দিয়েছে।
3এ রোগটি এখন পর্যন্ত অনিরাময়যোগ্য এবং এর কারণ অজানা। সম্প্রতি, কিছু বৃদ্ধের উপর এর চিহ্ন দেখা গেছে।点头症为一生理及心理疾病,影响一岁至十岁的孩童,目前案例仅限于南苏丹、坦尚尼亚及乌干达北部等少部分区域。
4এই রোগগ্রস্ত অঞ্চলগুলো মূলত দেশটির উত্তরাঞ্চলে। এই রোগ হলে শিশুরা নিজেরদের জন্য উৎপাদনক্ষমতাসম্পন্ন হতে পারে না, যেমন মেয়েদের ক্ষেত্রে খাবার বানানোর জন্য ছুরি ধরা, এবং ছেলেদের ক্ষেত্রে বীজ বপনের জন্য কোদাল ধরতে অক্ষম হওয়া।这项疾病目前无药可医,起因也不明,最近也有高龄人士出现症状,在乌干达主要是北部地区受影响,孩童罹病后失去诸多行为能力,例如女孩无法持刀煮食,男孩无法拿锄头播种。
5একজন ১৮ বছরের তরুণকে ৩ বছরের বালকের মত দেখাতে পারে এবং ধরে নিয়ে যাওয়া ও শরীরে তাপ দিতে হতে পারে। এই রোগের প্রথম লক্ষণ হল ক্রমাগত মাথা ঝিমঝিম করা, খেতে ও পান করতে অক্ষম হওয়া।18岁男子可能因此如同3岁孩童,必须时时有人抱着照顾,才能维持体内足够热量,这项疾病初期症状包括不断点头与无法饮食,之后孩童生理与心理都会发育不良。
6পরে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে। এক উগান্ডান সাংবাদিক, ফ্লোরেন্স নালুইম্বা, এই ব্যাপারটিকে প্রকাশ করার জন্য প্রথম পদক্ষেপ ও অনুসন্ধান চালিয়েছেন।乌干达记者Florence Naluyimba率先调查与报导此事,尽管政府在三间卫生中心提供药物,试图协助受害者,民众却得步行或骑单车多时,才能往返住家与卫生站,由于病患无法自行前往医院,必须有人背着或用单车载着跋涉逾30公里。
7তিনি বলেন যদিও সরকার ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ করে দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা সাইকেলে অনেক পথ পাড়ি দিতে হয়। অসুস্থরা নিজেরা যেতে পারে না এবং তাদেরকে সাইকেলের পিছনে চড়িয়ে ৩০ কিমিরও বেশি পথ পাড়ি দিতে হয়।这项疾病常导致癫癎,有时病患会因此摔入火中、尖锐物品、池塘或河中,造成重伤或死亡,许多孩童常因意外失去手指等肢体,病患也常因为太过虚弱,连哭泣都没有力气。
8এই রোগটি সাধারণত মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায় এবং মাঝে মাঝে তাদেরকে আগুনে পোড়া, কেটে যাওয়া বা পুকুর/নদীতে পড়ে যেতে দেখা যায়, যা তাদেরকে মৃত্যু বা মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়। অনেক শিশুই এরকম দুর্ঘটনায় আঙুলের মত শরীরের বিভিন্ন অংশ হারিয়েছে।美国疾病管制局打算自空中喷洒药物,对付可能是病因的小黑蚊,是否有效还不得而知;乌干达居民抱怨美国自2010年便已采集样本,但从来没听到任何关于病因或治疗方法的可靠资讯。
9এরকম হলে ভুক্তভোগী অত্যন্ত দুর্বল হয়ে চিৎকার করে।以下为相关照片及影片。
10সরকারী রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এই রোগের অন্যতম কারণ হিসেবে কালো মাছিকে চিহ্নিত করে তা নিধনের জন্য স্প্রে করার পরিকল্পনা করেছে।
11এটি সহায়ক হবে কিনা তা পরিষ্কার নয়।点头症初期情况。
12উগান্ডান গ্রামবাসীদের অভিযোগ যে নমুনা ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর নিরাময় ও কারণ সম্পর্কিত কোন তথ্য পায় নি।
13নিচে এই রোগ সংক্রান্ত কিছু ছবি ও ইউটিউব ভিডিও রয়েছে।照片来自ugandaradionetwork.com
14নোডিং রোগের প্রাথমিক অবস্থা। ugandaradionetwork.com-এর সৌজন্যে孩童因癫癎发作跌入火堆,在脸部留下伤痕。
15মস্তিষ্ক বিকৃতির সময় আগুনে পুড়ে যাওয়ার পর আহত একটি শিশুর মুখ। 256news.com-এর সৌজন্যে照片来自256news.com