Sentence alignment for gv-ben-20110903-19754.xml (html) - gv-zhs-20110914-9816.xml (html)

#benzhs
1ক্যাম্বোডিয়ার কারাগারের অভ্যন্তরে进入柬埔寨的监狱
2ক্যাম্বোডিয়ার কারাগারগুলো এখন জনাকীর্ণ এবং ক্রমশ পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে মানবাধিকার গ্রুপ লিকাডহোর প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানা যায়:
3ক্যাম্বোডিয়ার কারাগারগুলো এখন অস্বাভাবিক পরিমাণ বন্দীর ভারে ভারাক্রান্ত।监狱拥挤的问题在柬埔寨日渐恶化,根据Licadho人权组织的报告指出:
4এখন থেকে মাত্র সাত বছর আগে, লিকাডহো যে ১৮টি কারাগার পর্যবেক্ষণ করত, তখনই সেগুলোর সবগুলোর ধারণ ক্ষমতার প্রায় ১০০ ভাগ পুর্ণ হয়ে গিয়েছিল।
5আর এখন সে গুলোতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ১৮০ শতাংশ বেশী বন্দী অবস্থান করছে।柬埔寨监狱的人数正处于前所未有的爆炸状态。
6এর ফলে ক্যাম্বোডিয়ার জেলখানা বিশ্বের সবচেয়ে বেশী বন্দী অধ্যুষিত ২৫ টি জেলখানাসমূহের মধ্যে অন্যতম একটিতে পরিণত হয়েছে। ক্যাম্বোডিয়ার কোন কোন জেলখানায় বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে বেশী এই বিষয়টি চিহ্নিত করার জন্য এই গ্রুপ একটি মানচিত্রের সৃষ্টি করেছে:七年前,Licadho观察的18所监狱的空间利用几乎达到100%,如今,它们已快到180%,使得柬埔寨的监狱系统成为全球前25个最拥挤的监狱系统之一。
7এই গ্রুপ বেশ কিছু তথ্য উদ্ধার করেছে যা জেলখানায় অতিরিক্ত বন্দী রাখার ক্ষেত্রে যে সমস্যা তা তুলে ধরতে সাহায্য করেছে:该组织绘制一张地图,标记那些过度拥挤的监狱的地点:
8এই রিপোর্টে তিনটি নতুন ক্ষেত্রে চিন্তা ব্যক্ত করা হয়েছে, লিকডহো যা বিগত বছরগুলোতে সঙ্কলিত করেছে।该组织发现几个造成监狱人口过多的原因:
9সেই সমস্ত ব্যক্তিদের জেলে ঢোকানোর অভ্যাস-যারা তাদের অপরাধের জন্য ধার্য করা জরিমানা প্রদান করে না বা করতে প্রদান করতে অসমর্থ; এদের ক্ষেত্রে প্রাথমিক এক প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে বিচারকালীন সময়ের বন্দী্দের স্থানীয় মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় যাতে কারগারের বাড়তি বন্দীর চাপ কমানো যায়।
10এখানে সেই সমস্ত অপরাধের জন্য কারগারে পাঠানোর মত ব্যবস্থা গ্রহণ, যে সমস্ত কাজ তুলনামূলক কম অপরাধ যোগ্য হিসেবে বিবেচিত হয়, যা তাড়নায় কেউ করতে বাধ্য হয়। পরের বিষয়টি বেশ কিছু ঘটনার উপর পরিচালিত গবেষণার দ্বারা প্রমাণিত, যেমন এর মধ্যে একটি ঘটনা রয়েছে, যে ঘটনায় একজন ব্যক্তিকে একটি মুরগী চুরির দায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।这份报告还强调Licadho过去一年所纪录的、三个新关注的焦点,包括:对那些无法、或是不愿交付罪犯罚款的人实行监禁;一个试验性的计划拟将审判前的 囚犯转移到当地的勒戒所,以减少监狱人满为患的问题;与罪行比例不符合的判决。
11পেরয়াহ সিহানুক প্রাদেশিক জেলখানায় ধারণ ক্ষমতার চেয়ে বেশী বন্দী বাস করছে最后一项有少数几个个案,包括一名因为偷鸡而被判一年徒刑的男子。
12অ্যাংকর পোস্ট একটি প্রবন্ধ প্রকাশ করছে যেখানে পরামর্শ প্রদান করা হয়েছে যে কারগারের উপর বন্দীর চাপ কমানোর জন্য ব্যবহারিক সংস্কার হিসেবে শাস্তি হিসেবে কারাদণ্ড না দেবার পরামর্শ প্রদান করা হয়েছে।:
13আইনের ধারায় কারাদণ্ড ব্যাতিরকে- এর বিকল্প যত শাস্তির ব্যবস্থা রয়েছে আমি সেগুলো ভীষন ভাবে সমর্থন করি।人满为患的Preah Sihanouk省立监狱
14এই সমস্ত শাস্তি যাতে বাস্তবসম্মত এবং কার্যকর হয় তার জন্য আরজিসি (ক্যাম্বোডিয়ার রাজকীয় সরকার) আদালত, পুলিশ এবং সমাজ সেবা কার্যক্রম অফিস সমূহকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করবে।吴哥日报发表了一篇文章,提出以非监禁刑罚为实际的改革措施,来舒缓监狱人口问题:
15আর এই সমস্ত প্রতিষ্ঠানসমূহ এক পরিষ্কার প্রক্রিয়া স্থাপন করবে এবং শাস্ত হিসেবে কারাদণ্ড না পাওয়া অপরাধীদের উপর নজর রাখার ব্যবস্থা গ্রহণ করবে। কারাদণ্ড প্রদান না করে শাস্তি দেওয়া, সেটি যেখানে যে রকম হওয়া উচিত, সে ভাবে প্রদান করা দরকার, এতে ক্যাম্বোডিয়ার কারাগারগুলো যে বন্দীর চাপে স্ফীত আকার ধারণ করেছে তার একটা গ্রহণ যোগ্য সমাধান করা সম্ভব হবে; যা ছোটখাট অপরাধীর সাজা প্রদানে এবং জেলখানায় অপরাধীর সংখ্যা কমিয়ে আনার এক কার্যকরী সমাধান হতে পারে।我强烈支持使用一切刑法提供的非监禁措施,为了确保这些措施是可行的和有效的,RGC(柬埔寨王国政府)必须提供足够的资源给法院、警察、和社会服务提供者,并且,这些机构必须建立明确的流程和程序来监督非监禁刑罚。
16সরকার জেলখানার পরিবেশ উন্নত করার লক্ষ্যে কিছু নীতি সংস্কার করার প্রতিশ্রুতি প্রদান করেছে।政府已经承诺提出一些改革政策,来改善监狱条件。
17এদিকে এই প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়েছে যে বন্দীর চাপ কমানোর জন্য একটা বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলকে করাগারে রূপান্তরিত করা হয়েছে।同时,据报导,一间废弃的电影院已被改造成监狱,以解决拥挤问题。
18কারাগারের ব্লগ监狱博客
19গত মাসে প্রে সারি কারাগারে এক বিদেশী কারাবন্দীর ব্লগ অভিযোগ নামা ক্যাম্বোডিয়ার সাইবার জগতে ব্যাপক আলোচিত হয়েছে। ডেরেক স্টাউট উল্লেখ করেছে যে “ লেখকের সাহসী এবং জীবন ঘনিষ্ঠ ভাষার ব্যবহার আমাদের আরভিন ওয়েলেশে উপন্যাসের এক চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়”।上个月,一篇声称是由外国犯人在Prey Sar监狱所写的博客文章,在柬埔寨的網絡上受到广泛的讨论,即使是主流媒体也报导了它,Derek Stout指出:“作者夸张和怪诞的语言让人联想到欧文·威尔许小说中的一个角色。”
20প্রে সারির প্রথম ব্লগার, সাইবার জগতে দ্রুত আগ্রহের সাথে তার লেখার জন্য অপেক্ষা করে থাকা পাঠক লাভ করেছে। তবে অনেকে এই ব্লগের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে সন্দিহান।Prey Sar监狱的第一个博客很快在網絡上获得一群热心的读者,但也有读者怀疑该博客文章的真实性。
21গত বুধবার প্রথম পোস্ট প্রকাশিত হয়। সপ্তাহান্তে এটা টুইটারে যুক্ত হয় এবং ক্যাম্বোডিয়ার ইংরেজী -ভাষী ইন্টারনেট ফোরামে যুক্ত হয়।第一篇文章在上周三出现,它已经被转录到Twitter和柬埔寨的英文網絡论坛。
22এই ব্লগের লেখক দাবী করেছে যে সে এই কুখ্যাত জেলের বন্দী যে কিনা তার বিচারের শুনানীর জন্য অপেক্ষা করছে।该博客声称自己是来自西方的犯人,现在正在恶名昭彰的监狱等待受审。
23এই লেখার শিরোনাম “এক বর্গ মিটারের এক জীবন”। এই লেখায় জনাকীর্ণ এই কুখ্যাত প্রে সার জেলের এক কামরার ভেতরের পরিবেশের বিস্তারিত বর্ণনা রয়েছে।标题为〈一平方公尺的生活〉,文章详述了Prey Sar监狱内拥挤的情况。
24লেখকের সাহসী এবং জীবন ঘনিষ্ঠ ভাষার ব্যবহার আমাদের আরভিন ওয়েলেশে উপন্যাসের এক চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়”।作者夸张和怪诞的语言让人联想到欧文·威尔许小说中的一个角色。
25ক্যাম্বোডিয়ার এক জেলখানার অভ্যন্তরের দৃশ্য। ছবি লিকোডহর।柬埔寨监狱内部,照片来自Licadho
26কারাগার ব্লগ “ এক বর্গ মিটারে এক জীবন” ইতোমধ্যে ইন্টারনেট থেকে অপসারণ করা হয়েছে। সৌভাগ্যক্রমে এলটিও ক্যাম্বোডিয়া এর কয়েকটি প্রবন্ধ সংগ্রহ করে রাখে এবং সেগুলো তারা অনলাইনে পোস্ট করে :监狱博客〈一平方公尺的生活〉已经被删除了,幸运的是,LTO柬埔寨保存了几篇文章,并把它们贴上网:
27নিঃসন্দেহে বলা যায় এখানে এই ফোন সংযোগ এবং ইন্টারনেটের সংযোগ পাওয়া, প্রধান প্রয়োজনীয় বিষয়। বাইরের জীবনকে অনুসরণ করতে সক্ষম হওয়া, তথ্য পাওয়া এবং সক্রিয়ভাবে কাজে যুক্ত থাকা, নেট সংযোগ এ সব পার্থক্য গড়ে দেয়!当然,把手机弄到这儿,并连上网是最必要的,有办法跟外面的世界联系,获取资讯、积极工作,使得一切都不同。
28অবৈধ যন্ত্র পাচার করার উপায় বের করা যেমন এই রকম একটা যন্ত্র, এটা এক ধরনের চ্যালেঞ্জ এবং এর জন্য অনেক চেষ্টা করতে হয়।仅仅像这样找方法把东西偷运进来,就是项挑战,并且耗费工夫。
29ভুল হয়ে যায় আবার তা ঠিক করতে হয়, টাকা এবং সময়ের অপচয় এর একটা অংশ। প্রথম সপ্তাহে আমি খানিকটা অসুস্থ ছিলাম।审判和错误、损失的金钱和时间,都是它的一部分。
30ঠিক মত খেতে পারতাম না এবং বেশীর ভাগ সময় ক্ষুধার্ত ও বিরক্ত থাকতাম।第一个礼拜我病到快死了,没办法吃东西,大部分的时候又饿又累。
31যখন এখানে এনজিও-এখানে এসে উপস্থিত হল, তখন আমি বেশ কয়েকবার হাসপাতলে ভর্তি হবার চেষ্টা করি, যা একেবারে অর্থহীন ঘটনায় পরিণত হয়, তারা এখানকার ডাক্তারদের মতই কাজের না। আমার কারাসঙ্গী আমাকে হাসাপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে সমর্থ হয়।好几次NGO的人来的时候,我企图要去医院,但结果根本没用,他们就跟这里的”医生”一样毫无用处。
32সেখানে তারা আমাকে কিছু তরল ওষুধ প্রদান করে এবং কারা হাসপাতালে একটি কক্ষে ফেলে রাখে। সেখানে বন্দীরা হচ্ছে ডাক্তার এবং সৌভাগ্যক্রমে আমার ভালোভাবে যত্ন নেওয়া হয়েছে।我的狱友想办法让我进医院─到那里有人替我吊上点滴,然后把我丢到一张”医院牢房”里的病床上。
33আর এই কাজটি করেছে আমার মত এক বন্দী।在那里的囚犯都是医生。
34নিশ্চিতভাবে বলা যায় যে সেখানকার অনেক কিছু দেখছে।幸运地,我受到那些囚犯良好的照顾,显然他们在那已经看很多这种例子。