Sentence alignment for gv-ben-20100729-12022.xml (html) - gv-zhs-20110517-9099.xml (html)

#benzhs
1ব্রাজিল: নারীর বিরুদ্ধে প্রতিদিনকার অত্যাচার巴西:女性每日的暴力阴影
2সম্প্রতি প্রতিশ্রুতিশীল একজন ব্রাজিলের গোলরক্ষক আর সন্তানের কথিত বাবা কর্তৃক একজন মাকে হত্যার খবর প্রচার মাধ্যমের দৃষ্টির কেড়ে নিয়েছে।
3এই অপরাধকালে সংঘটিত ভয়ংকর নৃশংসতার কারনে এই ঘটনা দেশকে নাড়া দিয়ে গেছে।[本文英文版原载于2010年7月2日]
4একই সময়ে সাও পাওলোতে বৈজ্ঞানিক সংস্কৃতি বিষয়ক সামাজিক সচেতনতা সংক্রান্ত অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউটো সাংগারি, সম্প্রতি তাদের ‘ব্রাজিলে অত্যাচারের মানচিত্র‘ প্রকাশ করেছে যা দেখাচ্ছে যে প্রতিদিন ১০ জন নারীকে হত্যা করা হয় এই দেশে।
5অবশ্যম্ভাবীভাবেই ব্লগ জগৎ এই দুই বিষয়কে একত্র করেছে আর এর প্রতিবাদ জানানো এখন জ্বলন্ত বিষয়ে পরিণত হয়েছে। প্রধান ধারার মিডিয়া ওদিকে তাদের রগরগে উপস্থাপনা অব্যাহত রেখেছে যেগুলো এখনও সেই ফুটবল খেলোয়াড়ের অপরাধ নিয়ে রিপোর্ট পর্যন্ত সীমিত।巴西一名女子遭到暗杀,嫌犯据称是孩子的父亲,也是前途光明的巴西足球年轻门将,因此成为媒体焦点,社会也对其中涉及的暴力情节备感震惊;巴西非营利组织Instituto Sangari设于圣保罗,向来致力于提升社会对于科学文化的意识,该组织最近公布2010年巴西暴力地图,指称全国每天有十位女性遭杀害身亡。
6নারী নীতি সম্পর্কিত মন্ত্রী নিলসিয়া ফ্রেইরে অনুসারে মিডিয়া আসলেই নারীর প্রতি অত্যাচারকে অনেকাংশে অবজ্ঞা করে [পর্তুগীজ ভাষায়]:相较于主流媒体的煽情报导只着眼于足球丑闻,博客将这两项话题合而为一,并严厉谴责此类罪行。
7যখন কোন ঘটনা বিশেষ করে বিখ্যাত লোকদের সম্পৃক্ততার কারণে সংবাদে আসে এই সমাজ বুঝতে পারে দৈনিক যা ঘটছে তার অনেক কিছুই সংবাদপত্রে আসে না।
8নারীদের ধর্ষণ করা হয়, প্রতিদিন বিভিন্ন নিপীড়নের ভিতর দিয়ে যেতে হয়।女性政策部长Nilcéa Freire指出,媒体时常忽视女性受到暴力的消息:
9এটার ব্যাপারে সচেতন নারীবাদী দলরা, যেমন পাও এ রোসাস [রুটি আর গোলাপ], জিজ্ঞাসা করেছে আর এমন কটি ঘটনা ঘটলে সকল অত্যাচারিত নারীকে একত্র হতে বলা যাবে স্কুলে, কার্যক্ষেত্রে আর অন্যত্র।
10যেসব নারী অত্যাচারের শিকার তাদের আর তাদের ছেলে মেয়েদের জন্য আমাদের রাষ্ট্র কর্তৃক ভর্তুকি দেওয়া আশ্রয়ের দাবী করা দরকার।每当案件涉及知名人士,才会登上媒体版面,社会也才因此注意到这些问题,类似情况每天都在发生,但鲜少获得媒体目光,因为性别不平等,女性每天都身处在压迫与痛苦之中。
11কিন্তু এ গুলো নিয়ন্ত্রণে থাকতে হবে অত্যাচারের শিকারদের আর নারীবাদীদের সংস্থা আর কমিশনের হাতে যা স্বাধীন থাকবে রাষ্ট্র, বিভিন্ন ইউনিয়ন, স্বাধীন পুলিশ আর চার্চ থেকে।
12নারীর বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আন্তর্জাতিক দিবস, ফ্লিকার ব্যবহারকারী ড্যানিয়েলা গামার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত ব্রাজিলে নারীর প্রতি অত্যাচারের ঘটনা একেবারেই এক প্রকৃতির নয়।在此情况之下,Pão e Rosas等女性团体质疑,究竟还得发生多少案例,才能获得社会重视,也呼吁所有在校园、社区及职场受迫害的女性集结起来:
13যদিও পরিসংখ্যান অনুযায়ী একদিকে ৫০টি জেলায় প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০ জনের হত্যার অংক ছাড়িয়ে যায়, অর্ধেকের বেশী ব্রাজিলের শহর হত্যার কোন খবর জানায়নি।
14ব্রাজিলের পরিস্থিতি তুলনা করলে, এই অসামঞ্জস্য আসলেই বিস্ময়কর: এস্পিরিতো সান্তো শহর, এই র‍্যাঙ্কিং এ প্রথম স্থানধারী, প্রতি ১ লাখ জন বাসিন্দার ক্ষেত্রে ১০.我们必须要求由政府补助,设置女性受害者及其子女的收容中心,但由受害者或独立女性组织自行管理,不受政府、工会、警方或教会影响。
15৩ নারীকে হত্যার স্তর বজায় রেখেছে। মারানহাও এটা প্রতি ১ লাখ জনে ১.“国际反女性受暴日”,来自Flickr用户Daniela Gama,依据创用CC授权使用
16৯ জন। “এই ফল দেখায় যে ব্রাজিলে হত্যার হার বিভিন্ন।事实上,许多女性都是死在亲戚、丈夫、男友或其他遭拒的男人手中:
17কোন ধারা খুঁজে পাওয়া মুশকিল যার ফলে মানুষ এটা ঘটার কারন বলতে পারেন” বলেছেন গবেষক জুলিও জাকাবো ওয়াইসেলফেজ, এই গবেষণার লেখক।
18গত ১০ বছরে, সকল সামাজিক শ্রেনীর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ৪০,০০০ এর বেশী নারী হত্যার শিকার হয়েছেন, এটা চোখের সামনে দেখেছে তাদের অনেক সন্তানেরা যারা নিজেরাও অত্যাচারের শিকার।
19বিপদজনক পরিস্থিতিতে নারীদের জন্য সহায়তা ব্যবস্থার অভাব আক্রমণকারীদের বেঁচে যাওয়ার একটা কারন হিসাবে দেখা হয় ২০০৬ সালে মারিয়া দা পেনহা আইন পাশের পরেও, যেখানে নারীকে নিরাপত্তা দেবার কথা অভিযোগ জানোনোর পরে আর তাদেরকে নিশ্চিত করা হয়েছে যে আক্রমণকারীদের শাস্তি হবে।
20তবে, এই নতুন আইন নাপিতানী মারিয়া ইজলাইনে দে মোরাইসের হত্যাকে থামাতে পারেনি, যাকে ক্যামেরার সামনে হত্যা করেন তার আগের স্বামী, যার বিরুদ্ধে তিনি ৮টা অভিযোগ করেছিলেন।原因常是拒绝求欢或想要分手,半数案件动机其实是鸡毛蒜皮的小事,例如家庭争吵;一成是激动而犯案,例如基于嫉妒;还有一成与吸毒或贩毒有关。
21নারীর প্রতি অত্যাচার, আমরা থামাতে পারি! সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।民众批评对女性施暴根源于巴西文化中的“厌女心态”:
22আসলে, বেশীরভাগ নির্যাতিত নারীরা তাদের আত্মীয়, স্বামী, ছেলে বন্ধু বা প্রত্যাখ্যান করা পুরুষ দ্বারা হত্যার শিকার হন।
23যৌন কার্যে না বলা বা সম্পর্ক ভাংতে চাওয়া এইসব ঘটনা সৃষ্টি করে। তাদের মধ্যে ৫০% এর ক্ষেত্রেই হত্যাকান্ডের উদ্দেশ্য অযাচিত প্রমাণিত হয়েছে, যেমন গৃহ বিবাদ থেকে উদ্বুদ্ধ ঘটনা।这些女性受害事件突显巴西社会看待女性的眼光,突显巴西的厌女文化,我们从冰山一角看见台面下的种种问题,由于暴力案件频传,令我们相当心惊,甚至怀疑这种行为是否来自人类!
24১০% ক্ষেত্রে আবেগ জনিত অপরাধ উদাহরণস্বরূপ হিংসার সাথে যুক্ত অপরাধ, আর ১০% মাদক ব্যবহার বা বিক্রির সাথে যুক্ত।
25অত্যাচারের মূল কারণকে তিরস্কার করা হয়েছে ব্রাজিলের সংস্কৃতিগত ভাবে নারীদের প্রতি বিদ্বেষ হিসেবে: নারীদের বিরুদ্ধে অত্যাচারের এই নাটক ব্রাজিলের নারীদের প্রতি সকল অত্যাচারকে তুলে ধরছে।Flávia D.则觉得女性本身也有问题,接受自己在社会必须屈从于男性,也常率先发难,指责其他女性行为不当,甚至在不知不觉之中为加害人开脱。
26ব্রাজিলের এই ধরনের সংস্কৃতির ভিতরের চেহারা উন্মুক্ত হয়েছে; কার্পেটের তলায় যে বাস্তবতার বরফ আমরা লুকিয়ে রাখি তা উন্মুক্ত হয়ে গেছে।
27অত্যাচারের সংখ্যা এতো বেশী যে আমরা ভীত আর জিজ্ঞাসা করি যে মানুষ কিভাবে এমন করতে পারে! ব্লগার ফ্লাভিয়া ডি এর মতে নারীরা নিজেরাও এই সমস্যার একটা অংশ।Barbarelas博客向来反对任何暴力,主张社会必须团结一心,才足以终结女性遭受的一切暴力待遇。
28তারা প্রায় মেনে নেন যে সমাজে নারীর ভূমিকা পুরুষের অধীনে, আর প্রায় দেখা যায় তারা নারীদের দিকে প্রথমে আঙ্গুল তোলেন যখন তাদের মনে হয় একজন নারী ঠিকভাবে আচরন করছেন না, আর এর ফলে অত্যাচারীর ভূমিকাকে কমিয়ে ফেলেন যদিও না জেনে।
29বারবারেলাস, একটা ব্লগ যেটা নারীর প্রতি সকল ধরনের অত্যাচারের বিরুদ্ধে নিবেদিত, বলছে যে সমাজকে একত্র করা দরকার নারীদের উপরে সকল ধরনের অত্যাচারকে থামানোর জন্য। নারী আর মেয়েদের প্রতি অত্যাচার অসহ্য, অগ্রহণযোগ্য, এটি মানবিকতার আত্মাকে আঘাত করে, আর এটা চরম মানবাধিকার লঙ্ঘন।对女性施暴令人无法忍受、无法接受、伤害善良人性,也是侵害人权,不仅影响健康、危及寿命,也戕害女性生活品质,巴西已签署涉及 女权的国际文件,国内亦有相关法规,绝不能保持沉默或疏忽,我们期待政府有所作为,而社会和性别平等运动也能挺身而出,反抗文化倒退、反抗仇视女性。
30এটার প্রভাব স্বাস্থ্যের উপরে পড়ে, আয়ু কমিয়ে দেয় আর নারীদের জীবনের মান কমে যায়।
31ব্রাজিল যেহেতু আন্তর্জাতিক নারী অধিকারের নথির সই করেছে একজন অংশীদার হিসাবে আর তাদের জাতীয় একটা আইন আছে এটা মেনে চলার, তাই এসব বিষয়ে চুপ থেকে বাতিল করে দিতে পারে না।
32আমরা আশা করি যে প্রত্যেকটি কর্তৃপক্ষকে এ নিয়ে কাজ করতে হবে। আর সমাজে পুরুষ আর নারীর যৌন সমতার জন্য প্রচারণা এবং এই ধরনের সাংস্কৃতিক পিছিয়ে পড়া ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ।女性在巴西若需协助,可随时拨打免费电话号码180,通报任何暴力案件,或是申诉任何政府漠视案件情况,这项资讯来自于Contra Machismo博客,也提醒读者,女性受暴情况在巴西依然每天发生。
33ব্রাজিলে যেসব নারীর সাহায্য প্রয়োজন তারা বিনামূল্যে ১৮০ নম্বরে ফোন করতে পারেন তাদের বিরুদ্ধে কোন অত্যাচার জানাতে বা তাদের করা কোন অভিযোগের আমলে নিতে কর্তৃপক্ষ অবহেলা করলে।
34এই তথ্য পাওয়া গেছে কোনত্রা মাচিস্মো ব্লগের কাছ থেকে যেটি পাঠকদের মনে করিয়ে দিয়েছে যে ব্রাজিলে নারীদের প্রতি অত্যাচার এখনও প্রতিনিয়ত হয়ে থাকে।