# | ben | zhs |
---|
1 | ভিডিও প্রতিযোগিতা: ৬৪ তম জাতিসংঘ দিবসে সিটিজেন এ্যাম্বাসাডর হওয়া | 第64届联合国日公民影片竞赛 Image by Basykes |
2 | ছবি বাসইয়াকেস | 若有机会,你想向世界领袖说什么话? |
3 | নিচের ভিডিওটি যা জাতিসংঘ টেলিভিশন এখানে উঠিয়ে দিয়েছে, সেখানে জাতিসংঘের শান্তিদূত হিসেবে অভিনেতা জর্জ ক্লুনি ব্যাখ্যা করছেন কি ভাবে আপনি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন এবং যদি প্রথম পাঁচজন পুরস্কার বিজয়ীর একজন হন, তা হলে নিউ ইয়র্ক শহরের এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ পাবেন। | 请录制一段最长三分钟的影片,说出你觉得如何能让世界更好、更安全,你就有机会在第64届联合国日前往联合国总部。 演员乔治克隆尼(George Clooney)为联合国和平信使,以下由联合国电视上传的影片中,他将说明参赛规则,以及如何有机会获选为最后五人,出席美国纽约市的贵宾活动。 |
4 | প্রতিযোগিতায় অংশ নেবার নীতিমালা অতি সাধারণ। | 规则如下: |
5 | ১. নিজে এক ভিডিও তৈরি করুন, তা যেন তিন মিনিটের বেশি না হয় ২. | 1. 自制一段不超过三分钟长的影片。 |
6 | এই ভিডিওটি নিজের ইউটিউব একাউন্টে উঠিয়ে দিন ৩ এর রিপ্লাই বা প্রতিউত্তরকারী ভিডিও সংযুক্ত করুন। | 2. 上传影片至你的YouTube帐号。 |
7 | ৪. ভিডিও জমা দেবার শেষ তারিখ: ১০ অক্টোবর ২০০৯ | 3. 设定为本影片的「影片回应」。 |
8 | নির্বাচন প্রক্রিয়া: ১. | 4. 参加截止日期:2009年10月10日。 |
9 | উপাদান, মৌলিকত্ব ও সৃষ্টিশীলতা বিচার করে এক কমিটি সেরা পাঁচটি ভিডিওকে বাছাই করবে। | 评选规则: 1. 委员会将以内容、原创性与创意为标准,选出五段最佳影片。 |
10 | ২ চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ পাঁচটি ভিডিও নির্মাতাকে সিটেজন এ্যাম্বাসাডর বা নাগরিক রাষ্ট্রদূত উপাধি দেওয়া হবে, এবং তাদের ৬৪ তম জাতিসংঘ দিবসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হবে। | 2. 入选者将担任公民大使,获邀于第64届联合国日前往美国纽约的联合国总部。 |
11 | ৩. তাদের বিশেষ ভাবে জাতিসংঘের সদর দপ্তর ঘুরে দেখানো হবে এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বা মহা পরিচালক বান কি মুনের সাথে তাদের ছবি তোলার সুযোগ হবে এবং জাতিসংঘ দিবসে অনুষ্ঠিত সঙ্গীত অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসন দেওয়া হবে। | 3. 入选者将参加联合国特别导览行程,与秘书长潘基文(Ban Ki-moon)合影,并在2009年10月23日举办的联合国日演唱会入座贵宾席。 |
12 | এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, শুত্রুবার, ২৩শে অক্টোবর ২০০৯-এ। যত দুর জানা যায়, সামান্য কয়েকটি ভিডিও জমা পড়েছে, দু'টি যুক্তরাষ্ট্র থেকে ( ১ এবং ২), একটি কানাডা এবং একটি সংযুক্ত আরব আমিরাত থেকে। | 目前已有几段影片回应,一段来自美国,一段来自阿拉伯联合酋长国,参赛截止日期为10月10日,请立刻拿起摄影机,拍下你最原创、有创意与创新的内容! |
13 | এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেবার শেষ সময় অক্টোবরের ১০ তারিখ, ক্যামেরা নিন এবং নিজের মৌলিক, সৃষ্টি শীল এবং যুক্তির পেছনে ব্যাখ্যা তুলে ধরুন, নিজের তৈরি এই ভিডিওটিতে। | 图片来自Flickr用户basykes,依据创用CC授权使用 |
14 | ( বাসইয়াকেস ছবিটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে) | 校对:Shih-chi Chiang |