Sentence alignment for gv-ben-20120727-29151.xml (html) - gv-zhs-20120814-11337.xml (html)

#benzhs
1তিউনিসিয়া কী একটি বানানা রিপাবলিক?突尼斯成了香蕉共和国?
2১৯শে জুলাই তারিখে জাতীয় গণপরিষদের (এনসিএ) একজন সদস্য মাহমুদ বারুদি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মন্সেফ মারজুকি'কে “বানানা রিপাবলিকের রাষ্ট্রপতি” (দ্রষ্টব্য: রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে বানানা রিপাবলিক বলা হয়) হিসেবে বর্ণনা করলে উত্তপ্ত বিতর্কের সূত্রপাত ঘটে।七月十九日,突尼斯制宪议会(National Constituent Assembly, NAC)的一位议员Mahmoud Baroudi将过渡政府的总统Moncef Marzouki形容为「香蕉共和国总统」。
3এই ঘোষণাটি এনসিএ'র ভিতরে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরী করে।此言一出,旋即在国内掀起一股热烈的讨论,制宪议会的秩序大乱。
4তিন দলীয় জোট সরকারের সাংসদরা বারুদিকে তার কথা তুলে নেয়ার আহবান জানায়।由三党组成的联合政府底下的国会议员们要求Baroudi收回他所说的话,但Baroudi拒绝了。「
5তিনি তা প্রত্যাখ্যান করেন।除非我们拥有一个真正的共和国总统,能够保障我们的言论自由,否则我不会收回我对总统先生的评论。
6“(কথাটা তুলে নিতে পারি) শুধুমাত্র যখন আপনাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এমন একজন হবেন যিনি আমরা যে প্রজাতন্ত্রের কথা বলতে পারি তার প্রতিনিধিত্ব করবেন।这是一个香蕉共和国,而你们(国会议员们)都代表了这个香蕉共和国。」 Baroudi对愤慨的议员们做出如是回应。
7[এনসিএ রাষ্ট্রপতিকে নির্দেশ করে] জনাব রাষ্ট্রপতি, আমি ফিরে আমার কথা ফিরিয়ে নিব না।日前,总统开除央行总裁的决定引发诸多争议,而Baroudi遂以「香蕉共和国」一词来对此事做出评论。
8এটি একটি বানানা রিপাবলিক এবং আপনারা [সাংসদবৃন্দ] সবাই এর প্রতিনিধিত্ব করেন,” বারুদি ক্ষেপে যাওয়া সাংসদদের জবাব দেন।他主要是在嘲讽一份指派新央行总裁的总统文件:这份文件上签署的日期是七月十一日,比制宪议会通过开除前总裁的决议要早了一周。
9বারুদি রাষ্ট্রপতির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করার বিতর্কিত সিদ্ধান্তের উপর মন্তব্য করতে গিয়ে “কলা প্রজাতন্ত্র” শব্দটি ব্যবহার করেন।英国牛津辞典上将「香蕉共和国」定义为「一个小国的经济体仅以单一出口商品为主,受到国外资本的掌控,导治政治上的不安定」。
10তিনি আসলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন একজন গভর্নর নিয়োগ করার ব্যাপারে রাষ্ট্রপতি নথির উপর বিদ্রূপ করছিলেন।在政治学上,这个带有贬意的词经常被用来形容政治不安定的国家,特别是在中美洲,因为那里的国家通常只依赖单一出口商品,例如香蕉。
11নথিটির তারিখটি ছিল ১১ই জুলাই - এনসিএ সাবেক গভর্নরকে বরখাস্ত করার অনুমোদন দেয়ার এক সপ্তাহ আগের তারিখ।突尼斯:「一个法西斯主义的香蕉共和国?」
12ইংরেজি অক্সফোর্ড শব্দকোষ অনুসারে একটি “বানানা রিপাবলিক (কলা প্রজাতন্ত্র)” হলো “অর্থনীতি বিদেশী পুঁজি নিয়ন্ত্রিত একটি একক রপ্তানী পণ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি ক্ষুদ্র রাষ্ট্র।”部落格 Boukornine 的作者将「法西斯主义」一词冠在「香蕉共和国」之上,以形容这个「新突尼斯」。
13রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল বিশেষতঃ কলার মতো একমাত্র রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল মধ্য আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।他对自己的选择如是解释[法文]: 在「香蕉共和国」里,没有任何组织会被尊重,在决策时不考虑阶级制度,即便是权力高层之中,也没有人把法治当一回事。
14তিউনিসিয়া: “একটি ফ্যাসিবাদী কলা প্রজাতন্ত্র” “নতুন তিউনিসিয়া”কে বর্ণনা করতে গিয়ে লে ব্লগ বুকোরনাইন এর লেখক “বানানা রিপাবলিক” এর সঙ্গে বিশেষণ পদ “ফ্যাসিবাদী” যোগ করেছেন।至於「法西斯主义」,它排斥非穆斯林的突尼斯人、无神论的突尼斯人,还有犹太裔、基督徒、 不可知论者、自然神论者、糖尿病患者、肾不好……等等的突尼斯人;它排斥那些只是不想挨饿的人们,以及那些在斋月期间有权利自由进出咖啡馆的人!( …)
15লেখক তার পছন্দ ব্যাখ্যা করেছেন [ফরাসী ভাষায়]:从一个橄榄产国变成一个「香蕉共和国」
16“ফ্যাসিবাদী” অমুসলিম তিউনিসীয়, নাস্তিক তিউনিসীয়, ইহুদি, খৃস্টান, অজ্ঞেয়বাদী, ঈশ্বরবাদী, ডায়াবেটিক তিউনিসীয় এবং যারা কিডনি অকার্যকারিতায় কষ্ট পাচ্ছে তাদের প্রতি… যারা এমনি এমনি রোযা রাখতে চান না এবং রমজান মাসে অবাধে ক্যাফেতে যাওয়ার অধিকার চান তাদের বিরুদ্ধে “ফ্যাসিবাদী”! (…)突尼斯,原本是一个主要的橄榄产国和出口国,如今成了一个「香蕉共和国」,Ali Gannoun在《突尼斯论坛报》上如是写道:
17জলপাই দেশ থেকে “কলা প্রজাতন্ত্র”:这个橄榄的国度已经变成一个香蕉共和国。
18জলপাইয়ের বৃহৎ উৎপাদনকারী এবং রপ্তানিকারক তিউনিসিয়া বর্তমানে একটি “বানানা রিপাবলিক”, তিউনিস ট্রিবিউনের জন্যে আলী গানুন লিখেছেন::在这里,猴子是老大,人民则镇日受苦於一帮由暴徒和笨蛋组成的执法者……天怜突尼斯!
19জলপাইয়ের দেশ শুধুই একটি কলা প্রজাতন্ত্রে পর্যবসিত, যেখানে বানরেরা মনিব হিসেবে রাজত্ব করে আর নাগরিকদের সারাদিন কতগুলো ঠগী এবং মূর্খদের নীচুতা সহ্য করতে হয়… হতভাগ্য তিউনিসিয়া!以绘图软体处理过的伊斯兰复兴运动标帜 图片来自.tunistribune
20ফটোশপে পরিবর্তন করা এন্নাহাদা আন্দোলনের লোগো সংস্করণ।《突尼斯论坛报》也发表了一个以绘图软体处理过的伊斯兰复兴运动(Ennhdha Movement)标帜。
21উৎস:. তিউনিসট্রিবিউন伊斯兰复兴运动党领导了目前突尼斯的三党联合政府,并掌控了制宪议会超过四成的席次。
22এছাড়াও তিউনিস ট্রিবিউন এন্নাহাদা আন্দোলনের লোগো'র একটি ফটোশপে পরিবর্তন করা সংস্করণ প্রকাশ করেছে।在这个标帜的变形版本中,香蕉替换了原本的鸽子,突尼斯国旗上的星星更被四根香蕉环绕着。
23তিউনিসিয়াতে বর্তমা্নে তিন দলীয় জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে এন্নাহাদা এবং এনসিএ'র শতকরা ৪০ ভাগেরও বেশি আসন নিয়ন্ত্রণ করছে।伊斯兰复兴运动被改成「大灾难运动」(Nakba Movement,Nakba意即灾难。
24ফটোশপে পরিবর্তন করা সংস্করণে একটা কলা কবুতরটির স্থলে এবং আরো চারটি কলা তিউনিসীয় পতাকার তারকাটিকে বৃত্তাকারে ঘিরে রেখেছে।这个词的由来是一九四八年上千名巴勒斯坦人被逐出家园的那个「灾难日」)。「
25এন্নাহাদা আন্দোলনকে (এন্নাহাদা মানে নবজাগরণ) প্রতিস্থাপন করেছে নাকবা আন্দোলন (নাকবা মানে বিপর্যয়কারী ঘটনা এবং এটা সাধারণতঃ ১৯৪৮ সালে হাজার হাজার প্যালেস্টাইনীদের বাস্তুচ্যুত হওয়ার নাকবা দিবসকে নির্দেশ করে।) দলীয় নীতিবাক্য হলো “স্বাধীনতা, ন্যায়বিচার, উন্নয়ন।”自由、正义、发展」原本是党的格言,在此则被置换为「香蕉、香蕉、香蕉。
26এটি “কলা, কলা, কলা। শুধু কলা ছাড়া আর কিছুই নয়” দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।只有香蕉,别无其他。」
27বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত:「香蕉共和国」国歌
28নেটনাগরিকরা এছাড়াও ইউটিউবে বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত ভাগাভাগি করেছেন:在YouTube上,网民们还流传着一段香蕉共和国的国歌: