# | ben | zhs |
---|
1 | ভারতঃ পশ্চিমবঙ্গে ৩৪ বছরের কমিউনিস্ট শাসনের অবসান | 印度:西孟加拉邦共产党执政告终 |
2 | আজ, ১৩ মে শুক্রবার, ২০১১ তারিখে ভারতের চতুর্থ বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক পরিবর্তন দেখা গেল। রাজ্যের বিরোধী দল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির (টিএমসি) নেত্রী মমতা ব্যানার্জী সকল সংশয়কে ভুল প্রমাণিত করে ক্ষমতার দিকে এগিয়ে গেল, যার ফলে রাজ্যটিতে দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটতে যাচ্ছে। | 2011年5月13日,印度西孟加拉邦政坛出现翻天覆地的变化,“崔纳木国大党”党魁巴纳吉(Mamata Banerjee)跌破众人眼镜,取得地方执政权,终结共产党统 治当地34年历史,在274席地方议会选举中,她带领的政党获得186席,若再加上友党,则共有228席,取得压倒性胜利。 |
3 | চলতি রাজ্যসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর দল ২৭৪ আসনের মধ্যে ১৮৬ টি আসনে জয়লাভ করেছে। তার জোটের শরিক দলগুলোর সাথে মিলিতভাবে ২২৭ টি আসনে দখল করে এক সুনির্দিষ্ট, বিশাল জয়ের বার্তা ঘোষণা করছে। | 现任首长巴塔查吉 (Buddhadeb Bhattacharjee)亦在选区中落败,以超过16000票差距输给挑战者,旋即宣布辞职,并接受“人民裁决”。 |
4 | এর সাথে আরো যুক্ত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজয়, তিনি ১৬০০০ ভোটে পরাজিত হয়েছেন, এবং ফলাফল ঘোষনার পরপরই তিনি পদত্যাগ করে, জনতার রায়কে মেনে নিয়েছেন। | |
5 | দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পালা শেষে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। | 巴纳吉历经13年等待,终于一圆心 愿,成为西孟加拉邦首位女性首长。 |
6 | পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন ২০১১-এর ফলাফল লাভের পর এক তৃণমূল কর্মীর আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করছে। ছবি অরিন্দম-দের, কপিরাইট ডেমোটিক্সের (১৩/৫/২০১১) | 2011年西孟加拉邦议会选举结果出炉后,崔纳木国大党党工举起胜利手势,照片由Arindam Dey拍摄,版权属Demotix所有(2011年5月13日) |
7 | দুপুরের মধ্যে ভোটের ফলাফল সুস্পষ্ট হতে শুরু করে। এতে দেখা যায় যে কমিউনিস্ট পার্টি কেবল পশ্চিমবঙ্গ নয়, তাদের অন্য আরেক ঘাঁটি কেরেলায় ক্ষমতা থেকে অপসারিত হতে যাচ্ছে। | 当天市区万人空巷,民众全都紧盯着电视上的开票作业,分秒掌握最新计票与选情分析,社会人人引颈期盼,不知谁会胜出;到了下午,胜负已很明显,共产党在西孟加拉邦节节败退,该党在另一个大本营喀拉拉邦(Kerala)亦然。 |
8 | জনতার পছন্দ-পরিবর্তন। ছবি লেখিকার। | 改变是人民的选择,照片由本文作者拍摄 |
9 | এই ঐতিহাসিক সংবাদে নেট নাগরিকরাও মুখরিত হয়ে উঠেছে। | |
10 | এই ফলাফলের প্রেক্ষাপটে দ্রুত এবং অজস্র টুইট আসতে শুরু করে-কেউ কেউ এই বিজয়ে তাকে অভিনন্দন জানায়, এদিকে অন্যরা আশা করছে যে পরিবর্তন ভালোর দিকে যাবে এবং সুশাসন প্রতিষ্ঠা। | |
11 | তবে অনেকে এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। @সোয়াতিগস: যারা কেবল একটি দলের শাসন দেখে এসেছে,বাংলার এমন এক প্রজন্মের কাছে তৃণমূলের এক ঐতিহাসিক বিজয়। | 民众在網絡上热烈讨论这则历史重大消息,Twitter讯息从各地来得又快又急,有些互道恭喜,有些则希望改变能增进正面作为与良好政策,有些人甚至稍感忧心: |
12 | আমরা আশা করবো যে পরিবর্তন উন্নতির দিকে এগিয়ে যাবে। @ইন্ডিয়াইন: মমতা লাল দুর্গ তছনছ করে দিয়েছেন। | @swatigs:崔纳木国大党在西孟加拉邦获得重大胜利,终结三十多年来一党专政局面,希望改变会带来进步。 |
13 | তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। | @India_IN:巴纳吉推倒共党,将成为西孟加拉邦首位女性首长。 |
14 | তিনি পশ্চিমবঙ্গের শাসন ভার গ্রহণ করতে যাচ্ছেন,যার ফলে তিনি হবেন এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী । | @subroto_kar:恭喜巴纳吉与崔纳木国大党,西孟加拉邦民众满怀希望投票给你们,别让人失望。 |
15 | @ সুব্রত_কর: মমতা এবং তৃণমূলকে অভিনন্দন, পশ্চিম বাংলার জনতা এক আশা নিয়ে আপনাদের ভোট দিয়েছে, তাদের আশা হত করবেন না। | @FirozeHoque:恭喜巴纳吉,我们希望改变,你带来改变,非常爱你。 |
16 | @ ফিরোজহক:মমতা ব্যানার্জীকে অভিনন্দন। আমরা পরিবর্তন চাই। | @rravishankar7:将近30年后,巴纳吉终于击溃左派政党,印度是全球最伟大的民主国家。 |
17 | আপনি তা দিয়েছেন। দিদিভাই আমরা আপনাকে ভালোবাসি#টিএমসি #বেঙ্গল | @rameshsays:西孟加拉邦已停留在“石器时代”许久,巴纳吉最有机会掀起巨大改变。 |
18 | @ আররবিশঙ্কর৭: মমতা প্রায় ৩ দশক ধরে চলা বামফ্রন্ট রাজত্বের অবসান ঘটালেন। | @ghoshsaikat:红色阵营终于在绿色阵营跟前倒下,问题在于,崔纳木国大党有没有领导地方政党所需的人才? |
19 | ভারত-বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। #ডেমোক্রেসি#ওমেনপাওয়ার | @StevenWatson5:恭喜巴纳吉,但她和党员能否充分统治西孟加拉邦? |
20 | @ রামেশসেইস:@দিনিউজআওয়ার-মমতা হচ্ছে পুরোপুরি পরিবর্তন আনার জন্য সেই প্রদেশের সেরা এক ব্যক্তি, যে প্রদেশ লম্বা সময় ধরে “আদি যুগের” ভাষায় কথা বলত। | |
21 | @ ঘোষশক্তিঃ সবুজ দলের কাছে অবশেষে লাল ভবনের পতন ঘটল। | 我有些怀疑。 |
22 | কিন্তু প্রশ্ন হচ্ছে একটি প্রাদেশিক সরকার চালানোর মত প্রয়োজনীয় প্রশাসক তার দলে রয়েছে কি? @ স্টিভেন ওয়াটসন৫: মমতাকে অভিনন্দন। | @ajaykumaraajtak:如今对于西孟加拉邦的最大问题,在于巴纳吉能否符合人民极高期待,当地生活极为困苦,失望也会来得很快。 |
23 | তবে তিনি এবং তার দলের সদস্য পূর্ণ মেয়াদে পশ্চিম বাংলার মত প্রদেশকে শাসন করতে পারবে কি, আমার সন্দেহ রয়েছে। . | |
24 | @ অজয়কুমার আজতক: পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন; মমতা কি জনতার প্রচণ্ড আশাকে পুরণ করতে পারবে। | |
25 | বাংলা এতটাই বঞ্চিত যে, প্রথমেই মোহমুক্তি ঘটাতে হবে। এখন তৃণমুল দলীয় কর্মী এবং শরিক দল আর সমর্থকদের মাঝে আনন্দ এবং উদযাপন চলছে। | 崔纳木国大党的盟友、党工及支持者自然大肆庆祝,至于共产党的情况,以下两张照片即成对比。 |
26 | বামদলের অফিসের মেজাজ বলে দিচ্ছে তাদের ক্ষেত্রে কাহিনী কি ঘটেছে। | 胜败双方党部外的景象,照片由本文作者拍摄。 |
27 | তৃণমূলের এক স্থানীয় অফিসের বাইরের দৃশ্য এবং এই দলটি সিপিআই (এম) নামক দলটিকে ক্ষমতা থেকে অপসারিত করেছে | |
28 | রেজোওয়ান-ও, এই পোস্টে অবদান রেখেছে। | 感谢Rezwan参与本文撰稿。 |