Sentence alignment for gv-ben-20110516-17428.xml (html) - gv-zhs-20110513-9004.xml (html)

#benzhs
1স্পেনঃ ভূমিকম্প মুরসিয়াকে কাঁপিয়ে দিয়ে গেছে地震撼动西班牙
2স্পেনের মুরসিয়া এলাকার লোরকা নামক শহরটি ১১ মে তারিখে পর পর দুটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে।
3রিখটার স্কেলে এই দুটি ভূমিকম্প ছিল ৪. ১ এবং ৫.西班牙洛卡(Lorca)地区于5月11日两度发生地震,分别为芮氏规模4.
4১ মাত্রার, এবং এই দুটি ভূমিকম্প এবং তার পরে সংঘটিত কম্পনের কারণে নয়জন নিহত হয়েছে এবং প্রায় ৩০০ জনের মত ব্যক্তি আহত হয়েছে।
5ভূমিকম্পের শিকার হাজার হাজার মানুষ নতুন এলাকায় আশ্রয়ের স্থানান্তর করতে হচ্ছে এবং আশ্রয়ের অনুসন্ধান করছে।1与5.1,之后又陆续出现余震,至今导致九人身亡、约300人受伤,还有大批民众必须前往他处避难。
6লোরকার রাস্তায় ভূমিকম্পের শিকার নাগরিকরা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *洛卡街头灾民,照片由EFE/Juan Francisco Moreno拍摄,取自Globovisión,依据创用CC授权使用
7ছবি ইএফই-এর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে।照片由EFE拍摄,取自Globovisión,依据创用CC授权使用
8টুইটারে, সুর্যের শহর (কিউদাদ দেল সোল)- এর প্রতি দ্রুত একাত্মতা প্রদর্শন শুরু হয়।
9#টেরমোটোমোরুচিও এবং #টোডোস্কোনলোরকা হ্যাশট্যাগের অধীনে এই ঘটনা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রদর্শন শুরু হয়।
10সমর্থকরা মুরসিয়া ভূমিকম্প পিড়ীত ব্যক্তিদের সর্মথনে ফেসবুকে (আপাইয়ো পর এল টেরেমোটে দে মুরসিয়া) [স্প্যানিশ ভাষায়] নামক পাতা খুলেছে। সেখানে ইতোমধ্যে হাজার হাজার বার্তা এসেছে এবং মুরসিয়ান ব্লগ তাদের বেদনার কথা জানাচ্ছে।许多人在Twitter网站上立即声援这座“太阳之城”,透过#terremotomurcia及#todosconlorca两个标签传递讯息与相互打气;支持者在Facebook网站成立帐号“Apoyo por el Terremoto de Murcia”,已累积数千则讯息;María en el Atelier等当地博客则表达哀悼之意。
11যেমন মারিয়া এন এল আটেলিয়ার নামক ব্লগটি [ স্প্যানিশ ভাষায়]। লোরকার ধ্বংসলীলা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর।洛卡地区震灾情形,照片由EFE/Juan Francisco Moreno拍摄,取自Globovisión,依据创用CC授权使用
12সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *当地许多建筑物均为半倒,取自Globovisión,依据创用CC授权使用
13লোরকার অনেক ভবন আংশিক ভাবে ধ্বংস হয়েছে। সিসি লাইসেন্সের অধীনে গ্লোবোভিশন থেকে এই ছবি নেওয়া হয়েছে। *Spain: The Blog有地震当时记录、数据与官方反应,Aquí hay tomate则收集相关突发消息;运动员Raúl Guevara描述亲身感受与所见闻,也没忘记下届地方选举竞选活动:
14ছবি ইএফই-এর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *各政党为了胜选,忙着批判对方如何治理国家,大地此时剧烈摇晃,大自然不懂得政治,眼中不分胜败。
15বিভিন্ন ব্লগ, যেমন স্পেন; দি ব্লগে, ভূমিকম্পের সময় কি ঘটেছে তার হিসাব, পরিসংখ্যান এবং কর্মকর্তাদের প্রতিক্রিয়া রয়েছে, এবং অন্য কিছু ব্লগ যেমন আকি অয়ে টোমাটে-এ, [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার তাজা সংবাদ রয়েছে, এই বিষয়ে এই ব্লগের বিশেষ পাতা রয়েছে।
16ক্রীড়াবিদ রাউল গুয়েভারা এই শহরে বাস করার প্রেক্ষাপটে সে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার এবং শহরে যা দেখেছে তা বর্ণনা করছে।
17সে জানাচ্ছে, আগামী স্থানীয় নির্বাচনের প্রচারণা কথা সে ভুলবে না [স্প্যানিশ ভাষায়]:
18যখন রাজনৈতিক দলগুলো একটা এলাকা শাসন করার জন্য নির্বাচনে জিততে যে ভাবে নিজেদের মধ্যে লড়াই করেছে, তখন পৃথিবী সবার মনোযোগ আকর্ষণ করার জন্য একটা ঝাঁকুনি দিল।
19প্রকৃতি, রাজনীতি বা সেরা হওয়া, কিংবা পরাজয় বোঝে না। একটি ভূমিকম্প মুরসিয়ালোরকাকে কাঁপিয়ে দিয়ে গেছে, ছবি ইএফই/ইজরায়েল সানচেজের।地震撼动西班牙洛卡,照片由EFE/Israel Sánchez拍摄,取自Globovisión,依据创用CC授权使用
20সিসি লাইসেন্স অনুসারে গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। * লোরকার বিপর্যয় একমাত্র ঘটনা নয়, যা স্পেনের রাজনৈতিক জীবনের সাথে মিশে যায়।还有其他例子结合西班牙政坛与震灾,Antonio Javier Vicente Gil认真思考国内政坛现况:
21এ্যান্টোনিও জ্যাভিয়ার ভিসেন্টে গিল-এর ব্লগ [স্প্যানিশ ভাষায়] আমাদের যৌথ আবেগের মুক্তির বিষয়টি প্রদর্শন করছে এবং ব্লগটি অত্যন্ত গুরুত্বের সাথে স্পেনের বর্তমান সরকারের রাজনীতির কথা বিবেচনা করছে।
22আমি আশা করছি যে দেশটি একাত্মতা প্রদর্শন করে, যে দেশটি বিচিত্র কারণে শত শত মিলিয়ন ইউরো পাঠাতে পারে, সে দেশটি নিজেকে সাহায্য এবং বিনির্মাণ করার কাজে ঝাঁপিয়ে পড়বে এবং আমি বোঝাতে চাইছি সেই সরকার এই কাজটি করবে, যে আমাদের শাসন করতে ব্যর্থ।
23আসুন আমরা দেখি, জেপি (জাপাতারো) সরকার কোথায় গিয়ে তা শেষ করে, সত্যি তা দেখার যোগ্য।
24প্রথম রাত থেকে যারা মাথার উপর ছাদ ছাড়াই বাস করছে, তাদের কাছে দ্রুত সাহায্য পাঠনোর ব্যবস্থা গ্রহনের অভাবের সমালোচনা করা হচ্ছে, যদিও সরকারি প্রচার মাধ্যম এর বিপরীত সংবাদ প্রদান করেছে।
25“কায়োস এন লা রেড” যেমনটা লিখেছে [স্প্যানিশ ভাষায়]: মাটি কেঁপে উঠেছে।这个国家能花费数亿欧元在奇怪的目标上,我只希望此刻全国能够团结,投入协助与重建之中,我是指这个无法治理国家的政府,现任总理下场会如何,非常值得观察。
26সবচেয়ে দুর্বল এবং পুরোনো বাড়িগুলো ভেঙ্গে পড়েছে। আর যারা সবচেয়ে গরিব, তাদের সামান্য যা ছিল, তা তারা হারিয়েছে।也有人批评政府动作太慢,迫使无数民众头一晚得露宿街头,与官方媒体所言不符,Kaos en la Red指出:
27সবচেয়ে নাজুক, শ্রমিক; যাদের বেশিরভাগই অভিবাসী, বয়স্ক নাগরিক, তরুণদের এক অনিশ্চিত জীবন তাদের রাস্তায় এনে নামিয়েছে।
28* সকল ছবি গ্লোবোভিশিওন-এর ফ্লিকার একাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সিসি লাইসেন্স বাই-এনসি-২. ০ লাইসেন্সের অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে।地表晃动,最简陋、老旧的房屋坍塌,贫民失去手中仅有的财产,许多最弱势的人是移民、高龄人士,还有处境脆弱的年轻人,都只能待在街头。
29Email
30লিখেছেনAna Lucia Sa অনুবাদ করেছেন বিজয়所有照片来自Flickr用户Globovisión,依据创用CC BY-NC 2.0授权转载