Sentence alignment for gv-ben-20110513-17393.xml (html) - gv-zhs-20110517-9102.xml (html)

#benzhs
1ভিডিওঃ ভারত, সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকায় তরুণ বৈজ্ঞানিকরা বিকশিত হচ্ছেGoogle青少年科学展竞赛
2গুগল বিজ্ঞান মেলা প্রকল্পের (গুগল সায়েন্স ফেয়ার) সেমিফাইনাল-এ উত্তীর্ণদের তালিকা তৈরি হয়ে গেছে, যদিও তা সারা বিশ্বের ১৩-১৮ বছরের কিশোর-কিশোরীর জন্য উন্মুক্ত ছিল, তবে এখানে একটা কৌতূহল জনক বিষয় উল্লেখ করার রয়েছে, সেমিফাইনালের জন্য নির্বাচিত ৬০ জনের বেশিরভাগই হচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং ভারতীয় নাগরিক, এর সাথে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাজ্য এবং কানাডার যুবাদের প্রকল্পও রয়েছে।
3এই ৬০ জন তরুণ প্রতিভাবানদের মধ্যে থেকে সর্বোচ্চ পুরষ্কারের যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবেঃ বিচারকরা এদের মধ্যে থেকে ১৫ জন চুড়ান্ত প্রতিযোগীকে নির্বাচিত করবে, যারা এই প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্টের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে তারা তাদের প্রকল্প উপস্থাপন করবে,আর তাদের মধ্যে থেকে একজনকে সেরা বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে।
4সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে সর্বোচ্চ ভোট পাবে, সে পিপলস চয়েস নামক পুরষ্কার এবং ১০,০০০ মার্কিন ডলার বৃত্তি পাবে। গুগল সায়েন্স ফেয়ার পিপলস চয়েজ নামক পুরষ্কারের ভিডিও-র স্ক্রিনশট।“Google科学展”计划准决赛入围者业已出炉,这项比赛开放全球13岁至18岁青少年参赛,但此次60组名单中,多数来自美国、新加坡及印度,而纽西兰、南非、英国、加拿大亦有作品入选。
5জানুয়ারিতে একটি ভিডিও আমন্ত্রণ-এর মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু। এই ভিডিওটি ফান রাব গোল্ডবার্গ ধরণের মেশিন যা বৈজ্ঞানিক উপাদান ব্যবহার করে প্রদর্শন করে কিভাবে বিজ্ঞান বৈশ্বিক এক ভাষা রুপান্তরিত হয়েছে।最终优胜者除了可参与“国家地理学会”考察,亦可获得五万美元奖学金;评审将从这60组计划中,挑选15组进入决赛,再让他们飞至美国,亲自说明计划内容,才会决定冠军人选。
6আর মনে হচ্ছে এটা চমৎকার ভাবে কাজ করছে। সেমিফাইনালের ক্ষেত্রে ভোট চাওয়ার জন্য যে ভিডিও তার সূত্রমতে ৯০ টি দেশ থেকে ৭০০০ এর বেশি তরুণ বিজ্ঞানী এর জন্য নাম নিবন্ধন করে।获得最多票数的准决赛入围者亦可获得“民选人气奖”及一万美元奖学金。
7যেমন দক্ষিণ আফ্রিকার লুক টাইলর, ১৩-১৪ বছর বয়স্ক বিভাগে প্রতিযোগিতায় করছে।Google科学展民选人气奖影片截图
8তার উপস্থাপিত ভিডিও, কি ভাবে একটি রোবটকে শিক্ষা প্রদানের মাধ্যমে ইংরেজিতে দেওয়া নির্দেশ অনুসরণ করানো যায় সেই প্রক্রিয়া ব্যাখ্যা করছে।
9ভারতের চাইথায়া জি. আর এবং সিরি জি.这项计划于今年一月发布邀请参赛影片后正式起跑,影片以有趣的鲁布.
10আর যেখানে রেল ক্রসিং-এর গেটে প্রহরী নেই সে সব জায়গায় দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাওয়ার ঘটনা নিয়ে চিন্তাভাবনা করেছে।戈德堡机械,说明科学是普世语言,回响也似乎非常踊跃,准决赛名单公布影片中提到,此次主办单位共收到90国、逾7000件投稿作品。
11তারা ধারনা করছে সে সব জায়গায় সিগন্যাল বা সঙ্কেত প্রদান না করার যার ফলে ঘটনার শিকার ব্যক্তিরা জানতে পারে না কখন ট্রেন আসছে।南非的Luke Taylor属于13至14岁这个类别,他在介绍影片中说明,要如何教导机器人听从英文口语指令: 有鉴于无人平交道事故愈来愈多,印度的Chaithya G.
12কাজেই এই দুই আবিষ্কারক চুম্বক এবং ইলেকট্রন ব্যবহার করে এমন এক পদ্ধতি নির্মাণ করেছে, যাতে একটি ট্রেনের আসা যাওয়ার ক্ষেত্রে শব্দ এবং আলোর সঙ্কেত প্রদান করা যন্ত্র (সেন্সর) যুক্ত থাকবে এবং একই সাথে তা রেল লাইনের গেট নামিয়ে দেবে। সিঙ্গাপুরের চিয়ু চাই হোয়া জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছে; তার আবিস্কার ভারি ধাতব শিল্পের দ্বারা দুষিত পানিকে শোধনের দ্বারা বিনা মূল্যে পানি প্রদানের নিশ্চয়তা প্রদান করছে।R.及Siri G.R.认为,是因为现场欠缺告知火车将至的警示讯息,故设计出一套系统,善用磁铁与电子学原理,故在火车通过之前,声音与光线便会触动感应器,也带动闸门: 新加坡的Chiu Chai Hao也力图拯救生命,藉由灌溉植物去除水中重金属污染:
13ভারতের সাহিল সাইবলেও পরিবেশের বিষয়ে আগ্রহী।[注:参赛者已移除此计划]
14তার প্রজেক্ট দুর্গম এলাকায় গুরুতপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে উপর মনোযোগ প্রদান করে। এই প্রকল্পের বিষয় বিদ্যুৎ না থাকা অবস্থা চিকিত্সার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা।印度的Sahil Sahibole也对环境有兴趣,希望运用太阳能,解决偏远地区重要医疗问题,让医师能有稳定电源,将器材放入压力锅消毒:
15ভারতের নিশানাথ কুমার, কৃষ্ণা বেতাই এবং অনিশ ভি মালাডিও চিকিত্সার উপর মনোযোগ প্রদান করেছে। তারা এই বিষয়ে একটা যন্ত্র (সেন্সর) সৃষ্টি করেছে যা চিকিত্সকদের জানাবে কখন শরীরে ইন্ট্রাভেনাশ ফ্লুইড-এর পরিমাণ কমে আসছে, এর ফলে বিষয়টি রোগীকে চিকিত্সা দেবার ক্ষেত্রে আরো ভালোভাবে সাহায্য করতে পারবে।印度的Nishanth Kumar、Krishna Betai、Anish V Malladi共组成一队,也着重于医疗问题,透过感应器让医疗人员知道点滴快要用完,进而协助病患:
16তরুণ প্রতিভাবান বিজ্ঞানীদের এ রকম আরো অনেক প্রকল্প পিপলস চয়েস অ্যাওয়ার্ড- নামক পুরষ্কার লাভের আশায় আপনার ভোটের অপেক্ষায় রয়েছে।其他还有许多入围计划,都希望各位支持争取“民选人气奖”,每个人在每个年龄组别都能投一票。 http://www.youtube.com/watch?
17যে কোন গ্রুপের জন্য আপনি একবার ভোট প্রদান করতে পারবেন। http://youtu.be/YRHCCzLZCMEv=YRHCCzLZCME