Sentence alignment for gv-ben-20130622-36933.xml (html) - gv-zhs-20130623-12676.xml (html)

#benzhs
1সিরিয়াঃ পুরাতন হোমস শহরে অবরুদ্ধতার এক বছর এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।叙利亚:包围老城荷姆斯周年
2প্রাচীন শহর হোমসকে মাঝে মাঝে সিরিয়া বিপ্লবের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়।这个月是被称为叙利亚革命首府的老城荷姆斯包围战一 周年。
3এ মাসে সৈন্যদের দ্বারা শহরটি অবরোধের এক বছর পূর্ণ হল।作为最初起义反抗巴沙尔.
4বাশার আল-আসাদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ প্রথমে যেসব শহর থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে হোমস একটি। বাবা আমর, বাব সাবা, খালিদিয়া ও দেইর বালবা সহ শহরটির জেলাগুলো এবং হোমসের আশেপাশের ১৪ টি প্রতিবেশী শহরে গত দু'বছরের বেশী সময় ধরে সিরিয়ার শাসনতন্ত্র অবাধে বোমা বর্ষণ, গোলা নিক্ষেপ এবং গ্রেপ্তার ও লুণ্ঠনের জন্য হানা দিচ্ছে।阿萨德专制的城市之一,荷姆斯老城连同周边的十四个区域,包括 Baba Amr、Bab Sbaa、Khalidiya 和 Deir Balba 都遭到叙利亚政府军轰炸,两年多来不断受到炮轰和袭击,在食物和医药补给日渐缺乏下,生存越来越困难。
5এমনকি খাবার ও ঔষধ সরবরাহকে কমিয়ে দিয়ে সেখানে টিকে থাকাকে প্রতিনিয়ত আরো কঠিন করে তুলছে।荷姆斯……被包围的城市。
6হোমস… অবরুদ্ধ শহর, ছবিঃ আব্দুলরহমান- রোমানো图片来自 abdulrahman-romano
7২০১২ সালের নভেম্বর মাসে গ্লোবাল ভয়েসেস অনলাইন “হোমস, ধ্বংসের কাছাকাছি সিরিয়ার একটি বিপ্লবী শহর” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেছিল।2012 年十一月,全球之声发表了题为“废墟中的荷姆斯:叙利亚的革命之城”的文章。
8হোমসের ১৪ টি প্রতিবেশী শহর “অবরোধ” করে রাখা একটি বিশেষ ব্যাপার - এটি সিরিয়ার অন্যান্য শহরের মতো নয়। এটি আমাদের গাজা অবরোধের কথা স্মরণ করিয়ে দেয়।荷姆斯十四个区域受到的“围剿”是特例,和其他叙利亚城市有所不同。
9তথাপি, হোমসে কোন গোপন সুরঙ্গ নেই, যার মধ্য দিয়ে তাঁরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা সাহায্য এবং আহত ও অসুস্থদের গোপনে বহন করতে পারে। হোমসের একটি এলাকায়, যেখানে ৪ লক্ষ লোক বাস করে সেখানে কয়েক হাজার লোকের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে।这让人想起对加萨的包围,然而荷姆斯没有秘密通道运送基本物资、医疗用品、伤患和病人,这里有几千人被困在原本有四十万人居住的地方。jeydt23 在 Storify 上报导:
10স্টরিফাই-তে জেয়ডিটি২৩ রিপোর্ট করেছেনঃ所谓的荷姆斯包围战,可说是现在全叙利亚最激烈的战区。
11এই মুহুর্তে সমগ্র সিরিয়াতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বলা যেতে পারে হোমসের অবরুদ্ধ অবস্থাকে।
12দ্বন্দ্বের দু'দিকেই প্রতিদিন মৃত্যুর মাশুল যোগের মধ্যদিয়ে অবরোধ চলছে কয়েক মাস ধরে।包围战已经进行了好几个月,而双方的死亡人数都逐日上升。
13জনগণের টিকে থাকার সংগ্রামের কিছু ছবি, টুইট এবং ভিডিও নিচে রয়েছে।以下是在那里奋力求生的人所提供的照片、推特留言和影片。
14পুরাতন হোমসে ফলমূল ও শাকসবজি ফলানোর মতো কোন কৃষিজমি নেই।荷姆斯老城中已没有可种植蔬果的农地,造成食物供给短缺。
15ফলে খাদ্য সরবরাহে অভাব দেখা দিয়েছে।以下这段影片中是儿童采摘树叶和抱怨缺少食物的画面:
16এই ভিডিওটিতে শিশুদের পাতা কুড়াতে দেখা যাচ্ছে এবং তাঁরা খাবারের অভাব নিয়ে অভিযোগ করছেঃ সেখানে কোন হাসপাতাল অথবা মেডিকেল সেন্টারও নেই [গত ১ লা এপ্রিল, ২০১২ তারিখে আল-আমাল হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে]।城中也没有医院或医疗中心(阿麦尔医院在 2012 年四月一日被炸毁),只有一些实习医生在临时医院(警告:连结中是一段伤患在没有麻醉的情况下接受手术的影片)中照顾病患。
17তা সত্ত্বেও, কাজ চালানোর জন্য কিছু [সতর্কীকরণঃ গ্রাফিক ভিডিওর একটি লিংক যেখানে দেখানো হয়েছে অ্যানেসথেশিয়া ছাড়াই একজন আহত ব্যক্তির অস্ত্রোপচার করা হচ্ছে] অস্থায়ী হাসপাতাল রোগীদের সেবা দিতে শিক্ষানবিস ডাক্তারদের উপর নির্ভর করছে।
18সরকার অবরুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ সেবাও কর্তন করে নিয়েছে।政府也切断了包围区域内的电力、自来水和通讯。
19তা সত্ত্বেও কুয়ার পানি, বিদ্যুৎ জেনারেটর এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবহারের উপর নির্ভর করে অধিবাসীরা বেঁচে আছে।居民必须依靠井水、发电机和卫星通讯。
20সেখানে কোন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান নেই। তথাপি কয়েকশ শিশু প্রতিদিনকার বোমা বিস্ফোরণের মাঝে জীবনধারণ করছে।城中没有各级学校或教育机构,上百儿童每天受到迫击炮、火箭、远程导弹、坦克和战斗机的轰炸。
21বিরামহীনভাবে প্রতিদিন মর্টারের গোলাবর্ষণ, রকেট উৎক্ষেপণ, দীর্ঘ-সীমার মিসাইল, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের শব্দে কেঁপে উঠছে।叙利亚社运人士于 2013 年六月六日,在“解除包围荷姆斯”的脸书页面上传了这段展示城市毁灭的影片。
22শহরটির ধ্বংসের কথা প্রকাশ করতে সিরিয়ার সক্রিয় কর্মীরা “হোমসের অবরোধ ভেঙ্গে ফেল” - এর ফেসবুক পেজে এই ভিডিওটি ৬ জুন, ২০১৩ তারিখে পোস্ট করেছেন। “ইয়াসিন এবং মরিয়ম সাব্বাঘ…হোমসের অবরোধের অবসান হোক” শিরোনামে একটি হৃদয়বিদারক ঘটনা বৃহত্তর সিরিয়া ব্লগটিতে পোস্ট করা হয়েছে।博客 Greater Syria 发表了一篇令人心碎的故事,题为“Yasin 和 Maryam Sabbagh……结束对荷姆斯的包围”,文中叙述一对兄妹(Yassin 和 Maryam)在家门外玩耍时被政府军迫击炮炸死的经过。
23সেখানে একজন ভাই ও একজন বোনের (ইয়াসিন ও মরিয়ম) খুনের ঘটনা বর্ণনা করা হয়েছে।一段关于他们罹难的影片中激动的评论道:
24জেলাগুলোতে শাসনতন্ত্রের বাহিনীর বর্ষণ করা মর্টারের বোমার আঘাতে বাড়ির বাইরে খেলার সময় শিশু দু'টি মারা যায়।
25তাঁদের শহীদ হওয়ার ভিডিওটিতে একটি আবেগআপ্লুত মন্তব্যে বলা হয়েছেঃ不久之前一则消息重重在我心头上刺了一刀,我的眼睛不敢相信它们所见。[
26একটু আগেই একটি খবর আমার হৃদয়কে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং আমার চোখ অবিশ্বাসে অসাড় হয়ে গেছে। [……] মরিয়ম ও ইয়াসিন সাব্বাঘ তাই পেল যা তাঁদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছিলঃ মর্টার, গোলাবর্ষণ, অন্ধকার, ভয় এবং ধ্বংস; তাঁরা বঞ্চিত ছিল শিক্ষা থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুদের থেকে এবং প্রতিবেশীদের সাথে খেলা করা থেকে, বিশ্বের অন্যান্য শিশুদের মতো জীবনের নিয়ামক উপভোগ করা থেকে, খাদ্য ও নিরাপদ পানি থেকে, বিদ্যুৎ থেকে, সবকিছু থেকে………] Maryam 和 Yassin Sabbagh 描绘他们受限的生活,只有迫击炮、轰炸、黑暗、恐惧和毁灭;没有受教育,不能上学,没有邻居朋友可以一起玩,不能像世界其他地方的小孩一样享受生命的喜 悦,没有食物和干净的饮水,没有电力,什么也没有……
27অবরুদ্ধ হোমস মুক্ত কর।解除包围荷姆斯。
28সূত্রঃ ফেসবুক পাতা来自脸书
29এই ফেসবুক পেজটিতে ইয়াজান হোমসি সিরিয়ার জনগণকে বিপ্লবটিকে সমর্থন জানাতে এবং শহীদদের রক্ত বৃথা না যেতে দেয়ার আহ্বান করেছেন।Yazan Homsi 在他的脸书页面上呼吁叙利亚人民支持革命,不要让烈士们失望。
30সিরিয়ার সকল সক্রিয় কর্মীদের উদ্দেশ্যে একজন সক্রিয় কর্মী এই বিপ্লবের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটিকে সুরক্ষিত রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি চিঠি লিখেছেন, যা হোমসি পোস্ট করেছেনঃ
31একজন শহীদ সেসব লোকেদের নিন্দা করে লিখেছেন, যারা দায়িত্ব পালন না করে বেঁচে আছে…他张贴了一封由叙利亚社运人士所写的信件,提醒所有曾经誓言革命不成不罢休的人:
32লেখার তারিখ ০৯/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা শহীদের আত্নবলির তারিখ ১০/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা一位烈士在此谴责所有未尽责任的人…… 日期 09/06/2013 荷姆斯 - 被包围之地 殉难日 10/06/2013 荷姆斯 - 被包围之地