Sentence alignment for gv-ben-20110330-16560.xml (html) - gv-zhs-20110330-8436.xml (html)

#benzhs
1মিশর: বিপ্লবের আগে ও পরে ফুটবল নিয়ে উত্তেজনা গত কয়েক বছর ধরে ফুটবল ছিল মিশরীয় নাগরিকদের প্রধান আনন্দের উৎস।埃及:革命前后的足球
2মিশরীয় জাতীয় ফুটবল দল সম্প্রতি পরপর ধারাবাহিক ভাবে মিশর, ঘানা এবং এ্যাঙ্গোলায় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল।
3এই সব প্রতিযোগিতার সময় স্বাভাবিক দৃশ্য ছিল এরকম যে, এখনকার জনতা চুম্বকের মত. সম্মোহিত হয়ে টিভি সেটের সামনে বসে থাকত, আর প্রতিটি বিজয়ের জন্য তারা তাদের পতাকা নিয়ে তৈরি থাকত এবং বিজয়ের পর তাদের গাড়ি গুলো আওয়াজ করতে থাকত, আর তা উদযাপন করা জন্য রাস্তায় বেড়িয়ে পড়ত।长期以来,足球都是埃及民众快乐的主要泉源,在埃及、迦纳及安哥拉举办的非洲国家杯足球赛中,埃及曾连续三次抱回冠军;在比赛期间,许多民众都紧盯着电视萤幕,备妥国旗,将手放在汽车喇叭上,准备在每次赢球后大肆庆祝。
4যাই হোক, মিশর গতকাল (২৬ মার্চ) আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাই পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে এবং এই খেলায় শেষ মুর্হূতের গোলে হেরে যায়।
5এখন এমন এক সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে যে, ইতিহাসে এই প্রথমবারের মত মিশর হয়ত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নাও অর্জন করতে পারে। কিন্তু আপনারা জেনে থাকবেন যে, মিশরের কেউ এতে আদৌও মন খারাপ করেনি।然而3月27日埃及与南非一战中,埃及却在最后一刻落败,很可能在史上首次无缘晋级总决赛,但是埃及却没有人感到难过,有些人甚至很开心,这是否与近期革命有关?
6এমনকি অনেকে এই ঘটনায় বেশ আনন্দিত। সাম্প্রতি অনুষ্ঠিত মিশরীয় বিপ্লবের কি এতে কোন ভূমিকা রয়েছে?Mazen与Yasser认为,埃及人民过去是藉由足球逃离日常问题:
7মাজেন এবং ইয়াসির বিশ্বাস করে যে মিশরীয় নাগরিকরা তাদের দৈনন্দিন জীবন থেকে পালানোর জন্য ফুটবলকে ব্যবহার করত: @মাজেনআদেল: এই প্রথম, খেলায় হেরে যাবার কারণে আমার মন খারাপ হয়নি।@MazenAdel:这是我第一次看到输球也不难过,过去只有足球能振奋人心,但现在生活已经改观,每天都能鼓舞心情。
8অতীতে, ফুটবল ছিল একমাত্র বিষয় যা আমাদের আনন্দে ভরিয়ে রাখত, কিন্তু এখন আমরা তার চেয়ে বড় বিকল্প এক বিষয়ের মধ্যে বাস করছি, যা আমাদের প্রতিদিনের জীবন আনন্দে ভরিয়ে রাখছে।
9@ইয়াসের. তাহা: যখন আপনি আপনার রাষ্ট্রকে হারিয়ে ফেলেন, তখন এর ফলে আপনি ফুটবল খেলার দিকে তাকান, কিন্তু যখন আপনি আবার তা ফিরে পান, তখন আপনি আর ফুটবল নিয়ে ততটা চিন্তিত নন।@yasser.taha:当失去国家,人们会从足球赛里找国家,但国家失而复得后,民众对足球毫不在乎。
10মিশরীয় ট্যাক্সি ড্রাইভাররা মিশরের পতাকা নিয়ে জয়ের আনন্দ উদযাপন করছে, ছবির কপিরাইট ডেমোটিক্সের।计程车司机挥舞国旗庆祝,照片版权属Demotix
11এছাড়াও প্রতিবাদ বিক্ষোভের সময় মিশরের অনেক ফুটবল খেলোয়াড় হোসনি মুবারকের সমর্থনে যে সব শোভাযাত্রা বের হয়েছিল তাতে অংশ নিয়েছিল। এখন থেকে দেড় বছর আগে, মুবারক, তার প্রচার মাধ্যম এবং ফুটবল দলের খেলোয়াড়রা আলজেরিয়া এবং মিশরের বিরুদ্ধে প্রায় এক যুদ্ধ শুরু করে দিয়েছিল এবং এই ফুটবল খেলার কারণে তারা আলজেরীয় জনতার বিরুদ্ধে অজস্র মিথ্যা এবং ঘৃণা সূচক বাক্য ছড়িয়ে দিয়েছিল।而且在革命期间,埃及许多足球员上街支持前总统穆巴拉克(Hosni Mubarak),大约一年半前,前政府打算与阿尔及利亚宣战,故结合国营媒体及足球员,藉着一场足球赛散播有关阿尔及利亚人民的谎言及仇恨,当时几乎全体国民都落入圈套,或许也因为如此,有些人认为国家代表队是旧时代贪腐象征。
12সে সময় প্রায় সকল মিশরীয় নাগরিক এই মিথ্যাচারের শিকার হয়েছিল এবং এ কারণে অনেকের কাছে ফুটবল দলটি মুবারক শাসনামলের দূর্নীতির এক প্রতীক।@ktarek78:输球队伍都是穆巴拉克支持者。
13@কেতারেক৭৮: যে দলটি এই খেলায় হেরে গেছে, তারা মুবারক সমর্থকের দল। @আলিব্রিশা: মিশরীয় ফুটবল দলটি এখনো মুবারকের যুগে বাস করছে এবং সেই মোতাবেক কাজ করছে..@alibrisha:埃及代表队仍活在穆巴拉克时代,行为也跟他一样…思考迟缓…行为没有智慧…遴选球员过程也贪腐不断。
14তাদের চিন্তা ভাবনায় খুব ধীর গতির… তারা কোন শক্তিশালী/বুদ্ধিমত্তাপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না..@Hannah__HK:穆巴拉克的球队臣服于曼德拉的球队。(
15দলে খেলোয়াড়র বেছে নেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড দূর্নীতি করা হয়।注:曼德拉为南非前总统)
16@হান্নাহ_এইচকে:মুবারকের দল, ম্যান্ডেলার দলের কাছে পরাজিত হয়েছে।民众不仅不难过,反倒很高兴,认为社会更能专注于国内进行的政治改革。
17এই ঘটনায় জনগণ মন খারাপ করেনি, শুধু তাই নয় আবার তারা একই সাথে এই ঘটনায় খুশী হয়েছে, কারণ তারা বিশ্বাস করে, এতে লোকজন মিশরে হতে যাওযা রাজনৈতিক সংস্কারের প্রতি আরো বেশি মনোযোগ প্রদান করতে পারবে।@Sherifmgdy:感谢南非支持埃及正在从事的政治改革。
18@শেরিফমাগদি: মিশরে এখন যে রাজনৈতিক সংস্কার অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রতি সমর্থন প্রদান করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ।@Nourinho82:很好,国家代表队至2014年之前都有空,我为政府感到悲哀,官员已没有分散人民注意力的工具。
19@নোওরিনহো৮২: ভালো, তাহলে আমাদের জাতীয় ফুটবল দলের সময়সূচি ২০১৪ সাল পর্যন্ত খালি খাকবে।Muhammad Habib也忍不住开玩笑:
20সরকারের প্রতি এখন আমার করুণা হচ্ছে, এখন আমাদের মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য তাদের হাতে আর কোন কিছু থাকবে না।@m7abib:反革命-国家代表队无缘晋级,人民因此要求穆巴拉克重返拯救埃及体育。
21এবং সবশেষে, মুহাম্মদ খোঁচা মেরে কিছু মজা করার লোভ সামলাতে পারেনি।校对:Soup
22@এম৭আবিব: প্রতি বিপ্লব-এর ঘটনা: মিশরীয় ফুটবল দল পরবর্তী আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে, এবং লোকজন মুবারককে মিশরে ফিরে এসে, মিশরের খেলাকে উদ্ধার করার জন্য আহ্বান জানাচ্ছে।