# | ben | zhs |
---|
1 | ইরান: নতুন বছর শুরু হলো ওবামার বার্তা দিয়ে | 伊朗:传统新年与欧巴马谈话 |
2 | ইরানের নতুন বছর শুরু হয়েছে আমেরিকা থেকে প্রেসিডেন্ট ওবামার পাঠানো বিস্ময়কর এক বার্তা দিয়ে। | |
3 | তিনি এই বার্তা সরাসরি ইরানের জনগণ ও প্রথমবারের মতো ইসলামি প্রজাতন্ত্রের নেতাদের কাছে পাঠিয়েছেন। | |
4 | এই বার্তায় তিনি আবার নতুন করে দু-দেশের সর্ম্পক শুরু করার আহবান জানিয়েছেন। | |
5 | বেশ কয়েকজন ব্লগার এই বার্তার উপর তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং এদের মধ্যে কেউ কেউ এই দুই রাষ্ট্রের সর্ম্পকের টানাপোড়ন এবং অস্থিরতার একটি নতুন যুগ দেখতে পাচ্ছেন। | |
6 | ইরানের প্রাক্তন উপরাষ্ট্রপতি মোহাম্মদ আলি আবতাহি ওবামার বার্তাটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। | |
7 | তিনি বলেন: | 本文英文版原载于2009年4月6日 |
8 | ইসলামিক রিপাবলিক অফ ইরান এ শিরোনাম ব্যবহার করে এবং ইরানের নাগরিক ও নেতাদের অভিনন্দন জানিয়ে তিনি ভালো কাজ করেছেন। নি:সন্দেহে এটি একটি ঐতিহাসিক সুযোগ। | 今年的伊朗新年一开始,便意外收到来到美国总统欧巴马(Barack Obama)的讯息,他直接诉诸伊朗民众,也首次直接向伊朗领导人喊话,希望两国能有新的开始,多位博客有所响应,有些人认为双方历经30年的争论与吵闹,即将跨入新时代。 |
9 | ইরানের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার গুরুত্বকে অস্বীকার করা যায় না। নি:সন্দেহে আমরা আমেরিকার নেতাদের উপেক্ষা করতে পারি না। | 伊朗前副总统Mohammad Ali Abtahi认为欧巴马的谈话极为重要,他表示[英文]: |
10 | তাদের ইরান বিষয়ে সকল চিন্তা, আর অর্থনৈতিক বাস্তবতায় যে সব বাণিজ্যিক নিষেধাজ্ঞা ইরানী জাতির উপর চাপানো হয়েছে তাকে উপেক্ষা করতে পারি না। | |
11 | অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানো রাজনৈতিক অর্থনৈতিক এবং ঐতিহাসিক সুযোগ হতে পারে। আজকের বাণী এবং আমেরিকার সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে সে সুযোগ তৈরী হয়েছে। | 恭喜伊朗这个国家与领袖,这肯定是个历史机会,我们不能忽视美国对伊朗现状的重要性,我们亦不可忽视美国领袖对伊朗一切事物中的痕迹,至少对伊朗的禁运令即影响经济,发送祝贺讯息能成为最重要的政治、经济与历史机会,美国政府将从今日起改变,若忽视这件事情,可能让伊朗陷入比布什政府时代更危险的境界,因为欧巴马能动员政治领袖和舆论一同反对伊朗。 |
12 | এটি উপেক্ষা করা হলে, বুশের সময়ের চেয়েও মারাত্মক কিছু ঘটতে পারে কারন ওবামা বিশ্বের রাজনৈতিক নেতা এবং জনমতকে ইরানের বিরুদ্ধে পরিচালিত করতে সক্ষম। | |
13 | ব্লগার এবং সাংবাদিক মাশিহ আলিনেজাদ লিখছেন( ফারসি ভাষায়) : কেন ইরানী টেলিভিশন ওবামার ভাষন প্রচার করেনি। ভদ্রমহিলা আরো যোগ করেন: | 博客兼记者Masih Alinejad提及[波斯文],为何伊朗国营电视台没有播出欧巴马的谈话: |
14 | যদি বুশের মতোই ওবামা কথা বলতেন এবং ইরানকে হুমকি হিসেবে চিহ্নিত করতেন ইরানী জাতীয় টেলিভিশন তা কয়েক বার প্রচার করতো। | |
15 | ব্লগার মনে করিয়ে দেন যে ইরানে বুশ বিখ্যাত ছিলেন তার ভাষনের কারনে। | |
16 | তিনি তার ভাষনে ইরানকে শয়তানের একটি চক্র হিসেবে উল্লেখ করেন। এই বক্তব্য ইরানের জাতীয় টেলিভিশনে অনেকবার প্রচারিত হয়। | 若欧巴马言论与布什无异,同样认为伊朗是个威胁,伊朗国营电视台就会播出好几次,有博客提醒,布什曾在演说中,将伊朗列为邪恶轴心一员,国营电视台当天就播出数次。 |
17 | জানদেগিয়াহ সাগি বলছেন (ফারাসি ভাষায়) ওবামার ভাষন অনেক আশাবাদি এবং তাতে এমন কিছু ছিল যা ইরানের জনগণ অর্জন করতে পারে। | |
18 | ব্লগার বলেন, যে ইরানের জনগণ প্রথম যে বিষয়টি করতে পারে তাহলো সঠিক রাজনৈতিক ভাষা ব্যবহার। ইন ভিউ অফ ইরান ব্লগে আমরা পড়ছি: | Zandegieh Sagi认为[波斯文]欧巴马的言论相当正面,也是伊朗人民应得的对待,他表示伊朗政府应先学着使用合宜的政治语言。 |
19 | অনেক পরিমাপক রয়েছে যাতে মাপা যায় যে আমেরিকার সরকার বিশ্বাস তৈরী করার চেষ্টা করছে। | View from Iran博客指出[英文]: |
20 | এর সবকিছুই ইরান সরকারের ইচ্ছা যে আমেরিকার নেতাদের সাথে আলোচনা শুরু করা যায় এমনই হতে হবে তা না। | |
21 | আমি ওবামার নতুন বছরের বার্তাকে ইতিবাচক মনে করি, কিন্তু তার চেয়েও বেশী উদ্যোগ দরকার। | |
22 | মোমেইনি লিখছেন( ফারসী ভাষায়), যখন ইরান টিভি ওবামার বার্তা প্রচারিত করলো না তখনই ইরানের প্রেসিডেন্ট আমেরিকার রাষ্ট্রপতিকে অপমান করতে সমর্থ হলো। | |
23 | ব্লগার বলেন, ভাগ্যের কি পরিহাস, আহমদিনেজাদ বলেন ইরানে পুরোপুরি স্বাধীনতা রয়েছে। নববর্ষের ছুটি: | 美国政府有许多途径可建立信任,并非所有都得等待伊朗政府愿意和美国对话,我认为欧巴马的新年谈话很正面,但我们的需求并不止于一段谈话。 |
24 | বসন্তের প্রথম দিন ইরান তার নতুন বছরে প্রথম দিন হিসেবে পালন করে। ইরানের ঐতিহ্যবাহী রীতিতে নতুন বছরের শুরুতে শুরু হওয়া উৎসবকে বলো নরুজ (নওরোজ)। | Mmoeeni提到[波斯文],虽然伊朗电视台未播出欧巴马谈话内容,伊朗总统仍在美国污辱美国领导人,他还语带讽刺地表示,伊朗总统现在可说,国内拥有绝对自由。 |
25 | এই দিনটি সরকারি ছুটির দিন। | 新年假期 |
26 | এই দিনে অনেক ইরানি সাইরাস দি গ্রেটের সমাধিতে ফুল দেয়। | |
27 | সাইরাস ছিলেন ইরানের প্রথম সম্রাট যিনি পাসাগ্রাদ( উপরে ছবি) স্থাপন করেন। দি সেভ পাসাগ্রাদ বা পাসাগ্রাদ বাঁচাও ওয়েবসাইট (ফার্সি ভাষায়) বলছে, এই ঐতিহাসিক স্থানে যারা ভ্রমণ করতে আসে তাদের আরামের কোন ব্যবস্থাই ইসলামি প্রজাতন্ত্র করেনি। | 伊朗人在春季第一天庆祝Norouz (Nowruz)为新年假期,有些民众会到帕萨尔加德[中文](Pasargad,即上图),赴波斯帝国创建者居鲁士二世[中文](Cyrus the Great)陵寝献花,Save Pasargad网站指出[波斯文],伊朗政府并未照顾这个历史遗迹访客的需求,但近年来有愈来愈多人前往帕萨尔加德庆祝新年。 |
28 | কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নতুন বছর উদযাপান করতে আগের চেয়ে আরো অনেক বেশী এখানে লোক সমাগত হচ্ছে। | 校对:dreamf |