Sentence alignment for gv-ben-20091008-6850.xml (html) - gv-zhs-20091001-3874.xml (html)

#benzhs
1পেরু: চান চান প্রত্নতাত্বিক এলাকা সংরক্ষণের উদ্যোগ秘鲁:昌昌考古遗址保存
2চান চান প্রাক-কলম্বিয়া যুগের এক শহর। এটি ৯ শতকে চিমু সংস্কৃতির তৈরি এক কাদামাটির এক শহর যা লা লিবার্টাড অঞ্চলে অবস্থিত।昌昌(Chan Chan)在哥伦布发现新大陆之前便已存在,这个泥砖制城市源于西元9世纪的Chimú文化,座落于秘鲁北部城市托西佑(Trujillo)西方5公里处的La Libertad地区。
3পেরুর উত্তরাঞ্চলের শহর ট্রুজিলোর পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই এলাকা।昌昌遗址大约20平方公里,由Chimú文化的Chimor王国兴建,直到印加帝国在1470年入侵为止,极盛时估计人口达三万。
4চান চান প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং এই শহর চিমোর জনগোষ্ঠী তৈরি করেছে।
5এই জনগোষ্ঠী চিমু সাম্রাজ্যের অংশ ছিল। ১৪৭০ সালে ইনকারা এই এলাকা জয় করার আগ পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল।尽管联合国教科文组织于1986年已将昌昌遗址列为世界遗产,目前当地情况堪虑,屡屡面临窃贼趁火打劫,也受到大自然力量侵蚀,不过政府与多个公民团体正尽力保护这个考古遗址,以及这个文化的历史。
6এর আকার অনুসারে ধারণা করা হয় যে এর জনসংখ্যা ছিল প্রায় ৩০,০০০ হাজার।
7যদিও ১৯৮৬ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের এক অংশ হিসেবে ঘোষণা করে তারপরেও এর অবস্থা খুব একটা ভালো নয়, এবং লুটেরারা ক্রমাগত ভাবে এর সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে ও প্রাকৃতিক কারণে এর ক্ষতি হচ্ছে।
8এই সব ঘটনা উপর একটা প্রভাব ফেলেছে।昌昌遗址照片来自Flickr用户Martinoy,依据创用CC授权使用
9তবে সরকার ও নাগরিক সমাজ এই প্রত্নতাত্বিক এলাকা ও এই সংস্কৃতির ইতিহাস সংরক্ষণের বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
10চান চানের ছবি, মার্টিনয়ের সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে
11ট্রাবাজামোস পর চান চান [স্প্যানিশ ভাষায়] (আমরা চান চানের জন্য কাজ করি) ব্লগ ট্রুজিলোর এক পাশে যে কাজ হচ্ছে তার উপর সংবাদ প্রকাশ করেছে।
12হুয়ানচাকোর বালুকাময় এলাকার কাছে এই প্রত্নতাত্বিক কাজ চলছে এবং এই কাজ সরকারি পুরস্কার লাভ করছে।
13এই প্রকল্পের নাম “চান চান এর নাগরিকরা”।
14এই প্রকল্প স্কুলের ছেলেমেয়েদের যুক্ত করেছে যাতে তারা তাদের ইতিহাস সম্বন্ধে জানতে পারে এবং তা সংরক্ষণ করতে পারে:
15ঐতিহাসিক ঘটনা এবং স্থাপনা গুলো যখন ভুলে যাওয়া এবং উপেক্ষার শিকার, তখন এই কাজ তাদের সেই সমস্ত বিষয়ের মুখোমুখি করবে।
16এমন এক নতুন প্রজন্ম দরকার, যারা তাদের অতীতকে জানবে, ভালবাসবে এবং সংরক্ষণ করবে। এই কারণে আমরা “চান চান এর নাগরিক”-এর মতো পরিকল্পনা তৈরি করেছি।「我们为昌昌努力」博客张贴新闻,目前正在Huanchaco沙漠附近托西佑地区进行保护工作,也得到政府奖项,这项计划名为「昌昌公民」,特别针对学童,让孩子能认识并参与历史古迹保存[西班牙文]:
17এর মধ্যে দিয়ে (স্কুলের) ছেলেমেয়েরা প্রথমে তাদের অতীত সম্বন্ধে জানবে এবং তাকে ভালবাসতে শিখবে; পরবর্তীতে স্কুলের ছেলেমেয়েরা এই সমস্ত প্রত্নতাত্বিক বস্তু সংরক্ষণ করতে শেখার সাথে যুক্ত থাকবে।
18এ ভাবেই তারা তাদের নিজেদের পরিচয়কে আবার তুলে ধরবে”।
19এই কথাগুলো জানান ক্রিস্টোবাল কাম্পানা, চিমু প্রত্নতাত্বিক এলাকা সংরক্ষণ উদ্যোগের পরিচালক ও এই ব্যাপারে যে শিক্ষামূলক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে তার স্রষ্টা।
20এই সংরক্ষণ উদ্যোগের ফলে কিছু নতুন বিষয় আবিষ্কার হয়েছে।
21ব্লগ ট্রাবাজামোস পর চান চান [স্প্যানিশ ভাষায়], এই সব আবিষ্কারের বর্ণনা করছে : “এখানে এক কাঠের মূর্তি ও কিছু হাড় আবিষ্কার হয়েছে (যা) চিমু আমলে ধর্মীয় উপাসনায় ব্যবহার হত”।
22এল নিনোর মত প্রাকৃতিক কারণে এখন জলবায়ু পরিবর্তন, ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং তার ফলে এই এলাকায় সৃষ্টি হচ্ছে ক্ষয়। এই কারণে এই সমস্ত প্রত্নতাত্বিক এলাকা সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত।Chimú考古园区保护工作主任兼教育计划创办人Cristóbal Campana表示,面对这项历史纪念碑与遗产受人遗忘与忽视,我们需要新公民能够瞭解、热爱、赞美历史遗迹,故我们成立「昌昌公民」计划,让学童学习瞭 解与喜爱过去,之后让学童参与保存工作,进行让他们产生认同。
23তবে মানুষই এই প্রত্নতাত্বিক এলাকার সবচেয়ে বড় ক্ষতির কারণ, যেমনটা বর্ণনা করছে ব্লগ.. এন পেরু:保存工作有时也会有新发现,例如「我们为昌昌努力」博客提到,他们「发现Chimú文化仪式所有的木头小雕像与骨骸」[西文]。
24স্থানীয় বাসিন্দাদের ক্রমাগত অবৈধভাবে জমি দখল, এই প্রাচীন এলাকা.. আইএনসির জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।古迹保存工作相当必要,因为气候变迁的缘故,圣婴现象等自然现象造成暴雨侵蚀,人类也对考古遗址造成负面影响,例如…en Perú博客指出:
25এইসব ব্যক্তিরা এই তথাকথিত “সংরক্ষিত” প্রত্নতাত্বিক এলাকার জমি দখল করেছে। এক বর্ণনায় জানা যায়, প্রায় ২৬৩ জন দাবি করেছে যে তারা এখানকার জমির মালিক।当地民众屡屡非法入侵,也是古迹一大问题,…INC负责保护所谓「无形」考古区域,该单位表示,共有263人宣称为地主,政府下令每个人都必须搬迁,但至今无人离开,他们反而筑起围墙、开垦土地,要求政府给予他们土地所有权。
26এদের সবাইকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে।
27কিন্তু এখন পর্যন্ত কেউ এলাকা ছেড়ে চলে যায় নি।
28তার বদলে তারা বেড়া উঠিয়ে জমিতে কাজ শুরু করে দিয়েছে এবং এই এলাকাটি তাদের দিয়ে দেবার জন্য তারা সরকারের কাছে দাবি করছে। তবে, স্থানীয় গৃহবধূদের একটি দলের কাজ অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।然而却是当地一群家庭主妇的努力引起注意,据秘鲁报纸《El Comercio》[西文]报导,一群来自Villa del Mar社区的妇女自2006年不断在昌昌地区持续投入:「她们的工作与男性一样,搬移晒干的泥砖,攀爬梯子至八公尺高,推着独轮车从一处到另一处、从上到下,都希望复原光阴与人类造成的损害。」
29পেরুর সংবাদপত্র এল কোমেরসিও [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করেছেন, ভিলা দে মার নামক প্রতিবেশী এক এলাকার গৃহবধূরা ২০০৬ সাল থেকে চান চান প্রত্নতাত্বিক শহরের উপর কাজ করে যাচ্ছে।
30তারা পুরুষের অনেক কাজ করছে, তারা পোড়ামাটির ইঁট বয়ে আনছে, তারা মই বয়ে আট মিটার উঁচুতে উঠেছে, চাকাওয়ালা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, উপর থেকে নীচ পর্যন্ত সব জায়গায় তারা কাজ করেছে।
31এই সকল কাজের লক্ষ্য ছিল একটাই, সময় এবং মানুষ এই এলাকার যে ক্ষতি করেছে, তা অনেকটা আগের অবস্থানে ফিরিয়ে আনা।
32এই সমস্ত মহিলারা ব্লগেও লেখেন, যেমন ট্রুজিলো ব্লগ এসপেসিয়াল এন ইন্টারমিডিয়া [স্প্যানিশ ভাষায়], যার লেখক রজার মন্টিয়েলগ্রে এবং তিনি এইসব সংরক্ষণকারীদের নিয়ে লিখেছেন, যার শিরোনাম “কাদামাটির এক পৃথিবী”:
33কাদামাটির এই স্থাপনা এক সময় চিমু সভ্যতার রাজধানী ছিল এবং এখন যা ইউনেস্কোর মতে মানুষের তৈরি বিশ্ব ঐতিহ্যের এক অংশ।
34এখানে সেখানে প্রায় ৬০ জনের মতো মহিলা কাজ করছে, যারা এক সময় ঘরগৃহস্থালির কাজে যুক্ত ছিল।
35এখন তারা এক সম্ভাব্য এক সংরক্ষণের কাজে নিয়োজিত, বিশেষ করে মাটির তৈরি এক স্থাপনা সংরক্ষণের কাজে।
36তারা তাদের পুরুষ সহকর্মীদের সাথে কাজ করছে। সেই সমস্ত মহিলার, যাদের দুর্বল ভাবা হয়?这些女性也出现在博客上,例如托西佑地区博客Especiales en Intermedia中,Róger Montealegre提到来自「泥土世界」的保育人士:
37এর কোন বিকল্প নেই। “মাটি, শূন্যে বা পানিতে” তাদের কাজ যদি মাত্র কয়েক মিনিট পর্যবেক্ষণ করা যায়, তাহলে বোঝা যাবে তাদের শক্তি কতখানি।Chimú文明中心的泥砖遗址,如今为联合国教科文组织世界遗产,当地大约有60位女性,她们过去都是家庭主妇,现在都转 变为潜 在文史工作者,专精于地面建筑物保护,她们与男性一同工作,你以为女性较弱势吗?
38যে কোন পরিবেশে তারা দৃঢ়তার সাথে কাজ করতে সক্ষম।
39এক্ষেত্রে তারা কোনভাবেই তাদের নারীত্ব হারায় না, বরঞ্চ কাজের সময় তাদের মাতৃরুপ বাড়াতে থাকে।
40এই সংরক্ষণ এলাকায় কাজ করতে থাকা এক মহিলাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, এই প্রাচীন স্থাপনা সম্বন্ধে তার অনুভূতি কি, সে উত্তর করে, “এই এলাকাকে আমি তেমনিই ভালোবাসি যেমনটা আমি আমার স্বামীকে ভালোবাসি, কারণ এটি আমাকে জীবনের পুষ্টি যোগায়।
41এবং এটাকে আমি আমার ছেলের মত ভালোবাসি, কারণ তাকে বেড়ে উঠতে আমি সাহায্য করছি”।
42সরকারের অন্য সব প্রতিষ্ঠান এই ব্যাপারে সাহায্য করছে, যেমন চান চান এলাকায় কাজ করতে থাকাইমপ্লিমেনটেশন ইউনিট ১১০ বা প্রয়োগিক ১১০ নম্বর দল [স্প্যানিশ ভাষায়]। তারা ট্রুজিলোয় ভিন্ন এক প্রকল্পে কাজ করছে।一点也不,只要花几分钟看看她们各方面的表现,就明白她们的能力,无论在 任何环境,她们的决心一致,她们并未失去女性特质,反而增添更多母性,记者询问一名在昌昌遗址工作的女性对遗迹有何感觉,她回答:「我爱着这个地方,就好 像爱丈夫一样,因为让我感觉踏实,也好像爱儿子一样,因为我帮助它成长。」
43তাদের কাজ সম্বন্ধে তাদের ওয়েবসাইট অনেক তথ্য জানাচ্ছে। শিক্ষাঙ্গনের লোকেরা এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের কাজে সাহায্য করছে।政府单位还有其他努力,例如昌昌考古区第110号单位,便在托西佑地区进行另一计划,网站上提供更多工作内容资讯;学界亦参与保存工作,例如Universia Perú网站张贴的消息中,便提到第110号单位在2008年时,曾与北部私立大学通讯科学系合办相片展,展览名称为「我姓昌昌,名托西佑」。
44এই বিষয়ে জানাচ্ছে ইউনির্ভাসিয়া পেরুর [স্প্যানিশ ভাষায়] ওয়েবসাইট।本文原由Hope Woodward自西班牙文译为英文
45তারা ২০০৮ সালে অনুষ্ঠিত হওয়া এক ছবি প্রদর্শনীর সংবাদ প্রকাশ করছে।校对:Soup
46এই অনুষ্ঠানটি নর্দান প্রাইভেট ইউনির্ভাসিটির (স্প্যানিশ ভাষার নামের অদ্যক্ষর নিয়ে যাকে ডাকা হয় ইউপিএন নামে) যোগাযোগ বিজ্ঞান বিভাগ ও বা ইমপ্লিমেনটেশন ইউনিট ১০০ -এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
47এই প্রদর্শনীর শিরোনাম ছিল ‘মে লিয়ামো ট্রুজিলো, মে এ্যাপেলিডো চান চান' (আমার ভালো নাম ট্রুজিলো, আমার ডাক নাম চানচান)।