Sentence alignment for gv-ben-20131005-39320.xml (html) - gv-zhs-20131020-12920.xml (html)

#benzhs
1মিয়ানমারের কাছ থেকে সিঙ্গাপুর যা শিখতে পারে新加坡该如何借镜缅甸
2মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিন লং এর সাথে সাক্ষাৎ করছেন।缅甸反对派领袖翁山苏姬与新加坡总理李显龙会晤。
3ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত। মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু সিঙ্গাপুর ভ্রমণে গিয়েছেন।图片来源:Facebook
4এই সমৃদ্ধ শহর রাষ্ট্রটিতে তাঁর স্বদেশবাসীদের সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি একটি নেতৃত্ব প্রদান বিষয়ক সম্মেলনেও উপস্থিত ছিলেন।缅甸反对派领袖翁山苏姬访问新加坡,参与领袖高峰会,并在繁荣狮城与缅甸同胞会面。
5একটি প্রেস সভার সময় সু কি সিঙ্গাপুরের অর্থনৈতিক সফলতার বেশ প্রশংসা করেছেন, কিন্তু তিনি বস্তুতন্ত্রের প্রভাবের বিষয়েও সতর্ক করে দিয়েছেনঃ翁山苏姬于媒体论坛中赞扬新加坡的经济成就,但她也对于物质主义所造成的影响提出警告:
6…সর্বোপরি কাজ কি ?工作的意义是什么?
7মানব জন্মের উদ্দেশ্য কি ?人何以生而为人?
8মানব জীবনের অর্থ কি ?人生的意义是什么?
9কি করে আরো প্রশান্তির জীবন যাপন করা যায়, সম্পর্কগুলোকে কীভাবে আরো উষ্ণ ও কাছের করে নেয়া যায়, আমি মনে করি, সিঙ্গাপুর আমাদের কাছ থেকে তা শিখতে পারে।因此,我认为新加坡可以向我们学习,学习更轻松的生活方式,或许是更温暖且亲近的人际关系。
10সিঙ্গাপুর যে উচ্চমান অর্জন করতে সক্ষম হয়েছে, তা থেকে আমি অনেক কিছু শিখতে চাই।新加坡所达到的标准有许多我想学习的地方,但是我也不禁思索,我国是否真的需要这么多。
11কিন্তু আমি বিস্মিত হই এই ভেবে, আমাদের দেশের জন্য আদৌ আরো কিছু আমরা চাই কিনা।Bertha Henson针对翁山苏姬的言论回应:
12বার্থা হেনসন প্রতিক্রিয়া জানিয়েছেনঃ我们必须热切思考,并探索灵魂。
13আমাদের কিছু উন্মত্ত চিন্তা করা উচিৎ এবং আমাদের আত্মার সন্ধান করা উচিৎ।我们真的就只是嗜钱财,高效率地粗制滥造数字来创造未来工作机会的国家?
14আমরা কি শুধুমাত্র একটি অর্থ-হস্তগতকারী জাতি ?中央经济区的天际线就是我们的一切吗?
15ভবিষ্যৎ কর্মস্থলের জন্য দক্ষভাবে আঙ্গুল মন্থন করছি ?其他人真的如此看待我们吗?
16আমরা কি শুধুমাত্র কেন্দ্রীয় জেলা ব্যবসার সর্বোচ্চ সীমারেখা সর্বস্ব ?身为擅于精打细算的人,却不把积蓄放在人际关系之上?
17আসলেই কি অন্য লোকেরা আমাদেরকে সেই নজরেই দেখে ?Wonderpeace同意翁山苏姬:
18অন্যান্যরা কি আমাদের জ্ঞানতঃ স্বার্থপর মানুষ হিসেবে মনে করে, যারা মানবীয় সম্পর্ক স্থাপনে ততোটা মূলধন খাটায় না?翁山苏姬女士承认,某种程度上物质成就有其必要,它能帮助我们摆脱贫困缺乏。
19ওয়ান্ডারপিস, সু কির সাথে সম্মতি জানিয়েছেনঃ মিস অং স্বীকার করে নিয়েছেন চাহিদাগুলো থেকে মুক্ত হতে হলে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বস্তুগত অর্জন অত্যন্ত জরুরী।然而,有些无形的东西是物质成就没办法提供,例如爱、忠诚与精神性……很多支持我们生存下去的东西都与物质成就构不上边。
20তথাপি, এমন অনেক অবস্তুগত জিনিস আছে, যেগুলো কোন বস্তুগত অর্জন আমাদের দিতে পারে না - যেমন ভালোবাসা, বিশ্বস্ততা, আত্মীয়তা … এমন অনেক কিছুই আছে, যা আমাদের টিকে থাকতে সাহায্য করে।她概略总结,新加坡可以学习缅甸过一个更轻松的生活方式,更温暖且更亲近的家庭关系。
21এগুলো বস্তুগত অর্জন থেকে তেমন লাভ করা যায় না।Xuyun提醒星国领导人,评估生活品质的方式应该超越GDP:
22সবকিছুর শেষে তিনি বলেছেন, মিয়ানমারের কাছ থেকে সিঙ্গাপুর আরো প্রশান্তির জীবন যাপন করা, আরো উষ্ণ এবং ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক বজায় রাখা শিখতে পারে।翁山苏姬只是简单戳破我们重物质思维的泡泡,我们的态度高傲,并以此定义成功,她揭露了这层美妙糖衣之下的空洞。
23জুয়ুন সিঙ্গাপুরের নেতাদের জিডিপি ছাড়িয়ে জীবনমান হিসেব করার কথা মনে করিয়ে দিয়েছেনঃ追求GDP的过程不可削减多数人的生活品质。
24আমাদের বস্তুতান্ত্রিক মনের বুদবুদকে অং সান সু কি খোঁচা মেরে বিদ্ধ করেছেন।而且,单单GDP是无法定义一个国家的精神与灵魂。
25এই জাঁকজমকশালী অট্টালিকার সামনের চেহারা ছাড়িয়ে আমাদের হত দরিদ্রতাকে তিনি উদ্ঘাটন করেছেন।我或许无法臆测翁山苏姬到底要为她的国家争取什么,但一定会是贴近于心,却不进私人口袋的东西。
26আমরা এই জাঁকজমকশালী অট্টালিকার ওপর আমাদের আত্ন-সম্মান প্রতিষ্ঠা করেছি এবং যা আমাদের সফলতাকে সংজ্ঞায়িত করেছে।在推特上,@OccupySG与翁山苏姬的讯息产生共鸣:
27এই প্রক্রিয়ায় বেশীরভাগ লোকের জন্য, (জিডিপি) - এর মাধ্যমে জীবনমান কমানোর মাত্রা খোঁজা উচিৎ নয়। এবং শুধুমাত্র জিডিপি একটি জাতির আত্মা এবং প্রাণের সংজ্ঞা দিতে পারে না।Aung San Suu Kyi says #Singapore to be too stressful and overly concentrated on materialistic achievements.
28আমি হয়তোবা ধারনা করতে পারবো না, অং সান সু কি তাঁর দেশের জন্য আসলে কি চান।- Occupy Singapore (@occupysg) September 24, 2013
29কিন্তু এটা হৃদয়ের অনেক কাছাকাছি এবং পকেট থেকে অনেক দূরে হওয়া উচিৎ।翁山苏姬说新加坡太紧张,并过于专注在物质成果之上。
30সু কির বার্তাটিই @অকুপাইএসজি টুইটারে প্রতিধ্বনিত করেছেনঃ译者:Chang Han-Hao
31অং সান সু কি বলেছেন #সিঙ্গাপুর খুব বেশি বাধ্যবাধকতায় পূর্ণ এবং বস্তুতান্ত্রিক অর্জনের ওপর অতিরিক্ত পরিমানে ঘনীভূত হয়ে আছে।校对:Fen