# | ben | zhs |
---|
1 | ভারতের ক্ষমতাধর নারী রাজনিতিবীদদের সাথে পরিচিত হোন | 五大印度政坛女强人 |
2 | প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর বিধবা স্ত্রী সোনিয়া গান্ধী পূর্বাঞ্চলের প্রদেশ নাগাল্যান্ডে সংসদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ছবি- কাইসি মাও, স্বত্ত্ব ডেমোটিক্স (৭/২/২০১৪) | 前印度总理拉吉夫‧甘地(Rajiv Gandhi) 的遗孀,也是现任印度国大党常务委员会主席桑妮雅‧甘地(Sonia Gandhi)在东印的那家兰邦为议院选举造势。 |
3 | দেশের অভ্যন্তরে নারীর প্রতি অপরাধ সংগঠনে ভারত অজনপ্রিয় হলেও ভারতের কিছু সংখ্যক নারী নেত্রী শীর্ষে উঠে এসেছেন এবং তাঁরা দেশের রাজনীতির গতিধারায় পরিবর্তন সাধন করেছেন। | 摄影:Caisii Mao版权:Demotix (7/2/2014) (7/2/2014) 虽然在印度境内频传针对女性的暴力犯罪,但该国不乏许多位高权重的女性领导者,试图改变国家政治局势。 |
4 | বিশ্বের সবচাইতে বড় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতে। | 在印度国家大选选战开打之际,号称全世界最大规模的选举,不能忽视该国的政坛女强人。 |
5 | বর্তমানে ভারতে নির্বাচন চলছে। | 桑妮雅‧甘地(Sonia Gandhi):女王蜂 |
6 | আসুন আমরা ভারতের নেতৃত্বদানকারী নারী নেত্রীদের সাথে পরিচিত হই। | 自1998年起,出生于意大利的桑妮雅‧甘地任印度两大政党之一,国大党主席一职,也在2004年选举之下成立的团结进步联盟(UPA)兼任联盟主席。 |
7 | সোনিয়া গান্ধীঃ মক্ষিরাণী | 桑妮雅‧甘地是前印度总理拉吉夫‧甘地之妻。 |
8 | ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধী ১৯৯৮ সন থেকে ভারতের দুটো বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। | 在拉吉夫‧甘地遭暗杀后,其子现任国大党副主席拉胡尔‧甘地(Rahul Gandhi),背负起甘地家族的政治光环,宣布参选,与纳伦德拉‧莫迪 (Narendra Modi)右派印度人民党(BJP)的参选人角逐总理宝座。 |
9 | তিনি ২০০৪ সালের নির্বাচনের পর গঠিত হওয়া রাজনৈতিক জোট ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স- এরও সভাপতি। | 2013年富比士杂志全球最具权力人物排名,桑妮雅‧甘地被评选为第九名。 然而党内如潮水般涌来的贪污丑闻,不免让桑妮雅的领导声望蒙上一层阴影。 |
10 | তিনি ঘাতকের হাতে নিহত ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী। | 就如1990年博福斯丑闻,桑妮雅的丈夫也是前印度总理和国大党内人士涉嫌在瑞典博福斯公司购枪协议中不法收取回扣。 因此在推特上她变成千夫所指的对象,评论如下: |
11 | তাঁর ছেলে রাহুল গান্ধী, গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী। | Factuals on Sonia Gandhi wealth. |
12 | ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় প্রধান রাহুল গান্ধী দক্ষিন পন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)- এর প্রার্থী নরেন্দ্র মোদীর সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। | Where did she find her wealth; surely not on salary as President of Cong Party? pic.twitter.com/x2xLUxWBRJ |
13 | ফোবর্স ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী সোনিয়া হলেন ২০১৩ সালে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে নবম। | - K Khorana (@oldkrish) April 5, 2014 桑妮雅‧甘地的财产真相。 |
14 | নেতা হিসেবে তাঁর সুনাম প্রশ্নের সম্মুখীন হয়েছে তাঁর দলের বিভিন্ন দুর্নিতির কারনে, যেমন, তাঁর স্বামী এবং দল ১৯৯০ সালে অস্ত্র কেলেংকারীতে জড়িত ছিল, এতে করে ভারত সরকার সুইডিশ কোম্পানি বোফোর্স এর অস্ত্র বিক্রয় সংক্রান্ত অবৈধ প্রস্তাব মেনে নেয়। | 她庞大的财富哪来的呢;绝对不只从当国大党主席的薪资而来?pic.twitter.com/x2xLUxWBRJ - K Khorana (@oldkrish) April 5, 2014 |
15 | এ ঘটনার পর থেকে তিনি (সোনিয়া গান্ধী) একাধিক এ ধরণের টুইটার মন্তব্যের লক্ষ্যবস্তুতে পরিণত হন। | 贾亚拉莉塔(Jayalalitha):妈妈 从政者贾亚拉莉塔的前身为电影明星,在南印的坦米尔纳德邦,她的粉丝都称她「阿妈」或妈妈。 |
16 | সোনিয়ার সম্পত্তির আসল ঘটনা। | 贾亚拉莉塔为该邦的首席部长,并兼任该邦政党全印度安纳德拉维达进步联盟(AIADMK)党魁一职。 |
17 | তিনি কোথা থেকে এত সম্পত্তি পেলেন; নিশ্চয়ই কংগ্রেস দলের সভাপতির বেতন থেকে নয় | 这一切归溯到80年代跨演艺即政治圈的名人-M. |
18 | জয়ললিতাঃ “আম্মা” | G. |
19 | দক্ষিনের প্রদেশ তামিল নাড়ুতে প্রাক্তন অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ জয়ললিতার ভক্তরা তাঁকে “ আম্মা” বা মা হিসেবেই চিনে। | 拉马钱德兰(M.G. Ramachandran),是他拉拔贾亚拉莉塔进政治圈的。 |
20 | জয়ললিতা তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী ছিলেন এবং প্রদেশের দল অল ইন্ডিয়া আন্না ড্রাভিডা মুয়েন্ট্রা কাজাঘাম (এআইএডিএমকে) - এর প্রধান ছিলেন। | Jayalalitha Jayaram (#bday), the Queen of Tamil Nadu, dressed as the Queen of Egypt. |
21 | তামিল নাড়ুর প্রসিদ্ধ প্রাক্তন অভিনেতা এবং প্রখ্যাত রাজনীতিবিদ এম জি রামচন্দরন এর মাধ্যমে ১৯৮০ জয়ললিতার রাজনৈতিক অভিষেক ঘটে। | (Anyone recognise the film?) pic.twitter.com/tQGrWcJQL3 - India in Pictures (@indiainpix) February 24, 2014 |
22 | জয়ললিতা জয়ারাম(#বিডে) তামিল নাড়ুর রাণী, মিশরের রাণীর মত পোষাক পরেছিলেন। | 贾亚拉莉塔‧贾亚拉姆(#bday),身穿埃及皇后服装的坦米尔纳德邦女王。( 有谁认出哪部电影吗?) ” |
23 | (কেউ কি সেই চলচ্চিত্রটির কথা মনে করতে পারেন?) | pic.twitter.com/tQGrWcJQL3 |
24 | ১৯৯৬ সালে জয়ললিতার বাড়িতে তল্লাশী চালিয়ে ১০,০০০ এরও বেশি সিল্ক শাড়ি এবং কয়েক হাজার কিলোগ্রাম সোনা ও রূপা পাওয়া গেলে তিনি ভারতের ইমেলদা মার্কোস নামে পরিচিতি লাভ করেন। | - India in Pictures (@indiainpix) February 24, 2014 1996年警察突击搜索贾亚拉莉塔家中,赫然搜出一间隐密的贮藏室,里面陈列万件印度丝质莎丽及几百斤重的黄金白银。 |
25 | ১৯৯৭ সালে তিনি কিছুদিনের জন্য কারাগারেও ছিলেন। | 来年(1997)她短暂入狱,尔后被人戏称为印度版伊美黛‧马可仕。 |
26 | | 在这次2014的印度大选中,她决定加入第三阵线联盟以小团体及创变革新领导人(“Puratchi Thalaivi”)( revolutionary leader)的姿态对抗印度国大党联盟及右派印度人民党联盟。 |
27 | ভক্তদের কাছে জয়ললিতা বা “পুত্রাচি থালাভি”, (বিপ্লবী নেতা) এবার দক্ষিনপন্থী বিজেপি এবং কংগ্রেস জোটের বাইরে ছোট ছোট দলের সমন্বয়ে গড়ে ওঠা তৃতীয় ফ্রন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। | 玛玛塔‧班纳吉 (Mamata Banerjee):姊姊 玛玛塔‧班纳吉被她的支持者称为 「Didi」 (姐姐),现任西孟加拉国邦的首席部长及全印度基层国大党(All India Trinamool Congress part)党魁一职。 |
28 | মমতা বন্দোপাধ্যায়ঃ “বড় দিদি” | 她在2002年以印度第一位女性铁道部长的姿态在印度政坛打响知名度。 |
29 | ভক্তরা মমতা বন্দোপাধ্যায়কে “দিদি” নামেই ডাকে। | 在理念方面,她反对政府为了开发经济特区而强迫征收土地,并支持西孟加拉国邦农迪格拉姆的农民。 西孟加拉国邦的首席部长玛玛塔‧班纳吉在南特里普拉邦为选举造势。 |
30 | তিনি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী এবং নিখিল ভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রধান। | 摄影:记者24728号;版权:Demotix (1/4/2014) 「Didi」(姊姊)在脸书上有超过六十八万八千的粉丝,涂鸦墙上不乏激烈的论战,不管是大肆批评: |
31 | ২০০২ সালে প্রথম মহিলা রেলমন্ত্রী হওয়ার সুবাদে ভারতীয় রাজনীতিতে তিনি নিজেকে পরিচিত করে তোলেন। | A concerted movement to stifle free speech in India. |
32 | পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। | ‘WB govt. moves to ban film criticizing Mamata Banerjee. http://t.co/lbz4SXwKfn |
33 | পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দক্ষিন ত্রিপুরায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। | - Narahari Vittal Rao (@vnarahari) February 25, 2013 |
34 | ছবি- রিপোর্টার #২৪৭২৮। | 扼杀印度言论自由的阴谋。 |
35 | স্বত্ত্ব ডেমোটিক্স (১/৪/২০১৪) ফেসবুকে “দিদি”র ৬৮৮,০০০ এরও বেশি ভক্ত আছে। | 西孟加拉国邦政府单位禁止一部电影发行,因该片对玛玛塔‧班纳吉有所批评。http://t.co/lbz4SXwKfn |
36 | নির্বাচন কমিশনের আইন না মানায় তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন: | - Narahari Vittal Rao (@vnarahari) February 25, 2013 |
37 | ভারতে বাক সংবরণ করতে একটি সমন্বিত আন্দোলন। | 或是传出不遵守选举委员会条例的消息: |
38 | | Election Commission tells Mamata govt to comply with directives, transfer officials |
39 | পশ্চিম বঙ্গ সরকার মমতা বন্দোপাধ্যায়কে সমালোচনা করা একটি চলচিত্র নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। | - India Today (@IndiaToday) April 8, 2014 |
40 | নির্বাচন কমিশনের আইন না মানাঃ | 选举委员会要求玛玛塔‧班纳吉遵守选举相关条例,并撤换该党高干候选人。 |
41 | নির্বাচন কমিশন মমতাকে নির্দেশনা মানতে নির্দেশ দিয়েছেন,কর্মকর্তাদের বদলি করতে হবে | - India Today (@IndiaToday) April 8, 2014 |
42 | মায়াবতীঃ “ছোট বোন” | 玛雅娃蒂(Mayawati):妹妹 |
43 | উত্তর ভারতের উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতী সামাজিক উত্তরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। | 身为前北印北方邦主席部长的玛雅娃蒂是个不折不扣的草根阶层代表,在1997年加入政坛,现任大众社会党(Bahujan Samaj Party)党魁一职。 |
44 | ১৯৭৭ সালে তিনি রাজনীতিতে যোগদান করেন। | Bahujan在印度语中表示「社会大众」,有低种姓、落后阶层的意思。 |
45 | তিনি বহুজন সমাজ পার্টি (বিএসপি) - এর প্রধান। | 玛雅娃蒂很受支持者爱戴,却有许多为人诟病的地方。 例如她耗巨资在北方邦首府勒克瑙建许多个人雕像,并曾穿戴由几百万卢比钞票制成的花环。 |
46 | হিন্দিতে বহুজন মানে “বহু ধরণের মানুষ” যারা ভারতীয় সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীভুক্ত। | Can you forget Mayawati's garish garland made of currency notes? |
47 | মায়াবতীর সমর্থকেরা তাঁকে পছন্দ করলেও রাজধানী লখনৌ শহরজুড়ে তাঁর নিজের মূর্তি স্থাপন এবং কয়েক মিলিয়ন মূল্যের রুপী দিয়ে তৈরি মালা পরিধান করার কারণে তিনি সমালোচিত। | #MoneyMaya #janlokpal pic.twitter.com/FqZkIkh - Voice of the people (@janlokpal) September 6, 2011 |
48 | মায়াবতির টাকার মালার কথা কি আপনারা ভুলে গেছেন? | 谁会不记得玛雅娃蒂那由钞票制成的炫富花环? #MoneyMaya#janlokpal pic.twitter.com/FqZkIkh |
49 | | - Voice of the people (@janlokpal) September 6, 2011 |
50 | সুষমা স্বরাজঃ স্বোপার্জিত নারী | 萨瓦拉吉(Sushma Swaraj):自己 |
51 | সুষমা স্বরাজ। | 萨瓦拉吉个人照。 |
52 | ছবি- শামিক ফারাজ, উইকিমিডিয়া কমন্স | 摄影:Shamik Faraz,维基共享资源 |
53 | লোক সভা নামে খ্যাত ভারতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী হলেন স্বরাজ। | 现任印度下议院(Lok Sabha)反对党领袖的萨瓦拉吉是印度右派人民党的成员。 |
54 | দেশের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তিনি একজন সদস্য। | 她在推特上的粉丝多达数百万人,以她的高人气,如果不是莫迪(Narendra Modi),她很有可能是竞争印度总理的候选人之一。 萨瓦拉吉是印度最年轻的内阁部长 |
55 | | The winner with greatest share of votes in 2009: Sushma Swaraj (BJP), 78. |
56 | নরেন্দ্র মোদী ছাড়াও এ দলের অনেকেই প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন। | 8%, from Vidisha, Madhya Pradesh http://t.co/IxVPQfpngk #1bnvotes |
57 | টুইটারে তাঁর ভক্তের সংখ্যা মিলিয়নেরও অধিক। | - CNN-IBN News (@ibnlive) April 8, 2014 |
58 | স্বরাজ ছিলেন সর্ব কনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী। | 2009年选举得到最多票数的赢家:萨瓦拉吉(印度人民党),78. |
59 | ২০০৯ সালে সর্বাধিক ভোটে বিজয়ীঃ সুষমা স্বরাজ (বিজেপি), মধ্য প্রদেশের বিদিশা থেকে তিনি পেয়েছেন ৭৮. | 8%(得票率),中央邦维迪斯哈(选区)。http://t.co/IxVPQfpngk #1bnvotes |
60 | ৮% বর্তমানে আরও অনেক নারী নেত্রী রয়েছেন যারা ভারতীয় রাজনিতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরকার গঠনে নীতি নির্ধারনী সিদ্ধান্ত প্রদান করছেন। | - CNN-IBN News (@ibnlive) April 8, 2014 还有许多政坛女强人在印度政治圈崭露头角,并在这次内阁重组选举中扮演关键性的角色。 |
61 | এদের মধ্যে ভারতীয় জনতা পার্টির স্মৃতি ইরানি, ভারতীয় কম্যুনিষ্ট পার্টির বিন্দ্রা কারাত এবং ভারতীয় জনতা পার্টির উমা ভারতি অন্যতম। | 其中包括印度人民党党员史密提(Smriti Irani)及乌玛‧巴蒂(Uma Bharti),还有印度共产党领袖布琳达‧卡拉特(Brinda Karat)。 译者:Keith Lo校对:Josephine Liu |