Sentence alignment for gv-ben-20100903-12658.xml (html) - gv-zhs-20100908-6126.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: প্রেসের স্বাধীনতা কোন দিকে যাচ্ছে? কোন দেশ বেখাপ্পা হয়ে আছে?马来西亚:媒体自由的下一步?
2তাঞ্জানিয়া, উগান্ডা, জাম্বিয়া আর মালয়েশিয়ার মধ্যে।以下哪个国家与其他三个格格不入?
3ঠিক আছে, ধরে নেই আমি একজন খুঁত ধরা লেখক যে আপনাদের দেশ সম্পর্কে সাধারণ জ্ঞানকে অপমান করতে চাচ্ছি আর আপনারা যা জানেন তাই দিয়ে আমাকে প্রভাবিত করতে চাচ্ছেন। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মালয়েশিয়া আর্থিক ভাবে সমৃদ্ধ, ভালো উন্নত অবকাঠামো আছে, তুলনামূলকভাবে কম দারিদ্র্যের হার, হ্যা…আপনারা একে বেশ গণতান্ত্রিক ও বলতে পারেন।坦尚尼亚、乌干达、赞比亚、马来西亚,就当我是个讨人厌的作者,想污辱各位的地理常识,而各位想令我感到惊艳,马来西亚在东南亚地区经济相对繁荣、基础建设相对完善、贫民比例明显较低,嗯…或许有些人觉得较为民主,但马来西亚确实与其他三国不同,因为在“媒体自由排名”上,马国远远落后坦尚尼亚、乌干达及赞比亚。
4কিন্তু অবশ্যই বেখাপ্পা ভাবে আছে মালয়েশিয়া।观察近期马国媒体自由发展,共可观察到三个现象:
5তাঞ্জানিয়া, উগান্ডা আর জাম্বিয়ার অনেক নীচে আছে এই দেশটি প্রেস স্বাধীনতার ব্যাপারে।一,在野党因为在平面及电子媒体空间受限,故继续透过网络媒体奋斗。
6মালয়েশিয়ার সাম্প্রতিক প্রেস স্বাধীনতার ব্যাপার যখন উন্মোচিত হচ্ছে, ৩টি মূল বিষয় দেখা যাচ্ছে:二,尽管政府宣称支持媒体自由或拿出实例自我宣传,其实官方仍不断藉由资讯及印刷相关法律掌控媒体。
7১) অনলাইন মিডিয়ার মাধ্যমে বিরোধী দল সব থেকে বেশী লড়বেন, প্রিন্ট আর ইলেক্ট্রনিক মিডিয়াতে সীমিত স্থান দেয়ার পরে।三,只要网络未遭箝制,资讯审查便无效,愈来愈多网络用户及独立网络内容都会形塑主流意见,并向政府施压。
8২) মিডিয়ার স্বাধীনতাকে সমর্থনের দাবী বা প্রমান দেয়া সত্ত্বেও, সরকার সুবিধাজনক অবস্থানে আছেন তথ্য আর প্রিন্টিং অ্যাক্ট দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণে। ৩) তথ্যের উপরে নিষেধাজ্ঞা কার্যকর নয় যতক্ষণ ইন্টারনেট এ নিষেধাজ্ঞা থাকবে না।今年最新媒体自由指数公布后,在野党政治人物很快透过政党网站或个人博客,表达自己的感想,尤其是政府延后决定是否续发出版许可给在野党刊物,令网络上批评声浪更为高涨,又查禁政治讽刺漫画,让人们在网络媒体煽动不满及各种揣测,Lai指出:
9ইন্টারনেট ব্যবহারকারীর বাড়তে থাকা সংখ্যা আর স্বাধীন অনলাইন বিষয়গুলো বড় বিষয়ে ধারণাকে গঠন করবে আর সরকারকে চাপের মধ্যে রাখবে।信不信由你,但政府查禁的理由竟然是因为,“内容会影响人民反叛领导人及政策”,…漫画也能让人民反叛?
10এই বছরের প্রথমে যখন সর্বশেষ প্রেস স্বাধীনতার ইনডেক্স প্রকাশ করা হয়, বিরোধী দলের রাজনীতিবিদরা দ্রুত প্রতিক্রিয়া জানান তাদের নিজেদের দলের অনলাইন তথ্য পোর্টাল আর নিজস্ব ব্লগ দ্বারা।
11তাদের অনলাইন সমালোচনা বেড়ে যায় যখন সরকার সিদ্ধান্ত দিতে গড়িমসি করে বিরোধীদের নিউজলেটারের অনুমতি নবায়নে, আর ব্যাঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন নিষিদ্ধ করে যা আর একটা সুযোগ দেয় অসন্তোষ বাড়িয়ে দেয়ার অনলাইন মিডিয়ার মাধ্যমে ভাবনা জানানোর।
12একজন নাগরিক, লাই, জানিয়েছেন:哇,这是新型武器吗?
13সরকার যে কারণ দেখিয়েছেন, বিশ্বাস করেন বা না, হচ্ছে যে ‘বিষয়বস্তু মানূষকে প্রভাবিত করতে পারে নেতা আর সরকারের নীতির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য'… কার্টুন মানূষকে বিদ্রোহ করাতে পারে?值得注意的是,在野阵营除了运用网络媒体策略批评言论审查,亦在主政地区采取前所未闻的行动,通过资讯自由法案,要将涉及公共利益的资讯公诸大众面前,Anil除了谴责反对法案的一名州政府代表,亦表示:
14বাহ! নতুন পাওয়া অস্ত্র?在我国追求社会责信的路途上,今天别具历史意义…
15মজার ব্যাপার হল, অনলাইন মিডিয়া কৌশল বাদ দিয়ে নিষেধাজ্ঞা কে সমালোচনা করার, একটা বিরোধীদল কর্তৃক নেতৃত্ব প্রদানকারী প্রদেশ আসলে বিরল অবস্থান গ্রহন করে প্রত্যেকের কাছে জনগণের স্বার্থের ব্যাপারটা তুলে ধরে তথ্য স্বাধীনতা বিলকে সংসদে পেশ করার।
16অনিল বলেছেন একজন সরকারী সংসদ সদস্যকে উল্লেখ করে যে এই বিলটি বাতিল করেছেন: আজকে একটা ঐতিহাসিক দিন দেশের জন্য - আরো জবাবদিহিতামূলক সমাজের প্রতি আমাদের খোঁজ অব্যাহত থাকবে…随着独立新闻入口网站与公民媒体内容日益普及,Gopal Krishnan预测:
17এই বিষয়টি যখন স্বাধীন সংবাদ পোর্টাল আর নাগরিক মিডিয়ার মাধ্যমে দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, গোপাল কৃষ্ণান ভবিষ্যদ্বাণী করেছেন: অন্যান্য কণ্ঠের পক্ষে এইসব বড় বড় সাড়া সত্ত্বেও, সরকার অবশ্যই এর অপ্রয়োজনীয়তার কথা স্বীকার করবেন (আর রাজনৈতিক পরিণামের কথা তো বাদ দিলাম) স্বাধীন সাংবাদিকতা আর মন্তব্যের স্থান লাগাতারভাবে সীমিত করার।尽管对于另类声音,政府采取强硬姿态,但也得明白,若继续限制独立新闻及社群存在空间,只是徒劳无功,还会产生政治后果,至2009年,据估计马来西亚共有65%的住家拥有网络连线,此外,网络新闻与资料日益增加,与既有新闻讯息相互竞争观众,也创造新的政治现实。
18২০০৯ সাল পর্যন্ত, ধারণা করা হচ্ছে যে মালয়েশিয়ার ৬৫% এর বেশী বাড়িতে ইন্টারনেটের সংযোগ আছে।媒体自由并非政府或在野政党能自行决定,而是攸关民众要求真相,以及记者希望报导真相,Attan指出:
19এর বাইরে, আমরা কেবল এটাই দেখি নি যে গজিয়ে ওঠা অনলাইন সংবাদ আউটলেট আর বিভিন্ন সূত্র আমাদের স্ক্রিনের সীমিত সময়ের জন্য প্রতিযোগিতা করছে, অনলাইন নাগরিক সাংবাদিকতা আর সামাজিক মিডিয়ার একটা বিষ্ফোরন ঘটেছে, যা- অন্যান্য জিনিষের মধ্যে- দেশের মধ্যে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে।
20শেষ পর্যন্ত, প্রেসের স্বাধীনতা এমন কিছু না যা সরকার বা বিরোধী দল ইচ্ছাবশত: সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা নাগরিকদের ব্যাপার যারা দাবি করেন সত্যের আর সাংবাদিক যারা সত্যকে জানাতে চান।如我所言,无论如何,记者都会是输家,政府关闭报社、DAP政党领袖Guan Eng查禁报纸,在野党领袖安华(Anwar Ibrahim)控告记者。
21যেমন আত্তান বলেছেন:校对:Soup
22আমি বলেছিলাম, যাই হোক না কেন, আমরা সাংবাদিকরা হারছি- নাজিবের সরকার সংবাদপত্র সাময়িক বন্ধ করছে, গুয়ান এং (ড্যাপ দলের নেতা) তাদের নিষিদ্ধ করছে আর আনোয়ার আমাদের বিরুদ্ধে মামলা করছেন।