# | ben | zhs |
---|
1 | ফিজি ওয়াটার নামক কোম্পানীর কাছে ফিজির সরকার কি চায়? | 斐济:政府与瓶装水公司对立 |
2 | ব্লগার এবং সাইবার জগৎ-এর প্রধান আলোচনাকারীরা ধারণা করার চেষ্টা করছেন, ফিজির সামরিক সরকার কি ফিজি ওয়াটার নামক পানি বিক্রেতা কোম্পানীর প্রধানকে যুক্তরাষ্ট্রে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। | 博客及網絡人士都在揣测,斐济军政府是否下令将Fiji Water公司高层送回美国。 |
3 | সরকারের মুখপাত্র ভদ্রমহিলা নিশ্চিত করেছে যে, পানি বিক্রেতা এই কোম্পানীর প্রধান ডেভিড রুথ বৃহস্পতিবার রাতে (ফিজির স্থানীয় সময়ে) বিমানে করে লস এঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু তার এই ভাবে চলে যাবার বিষয়ে সরকার আর বিস্তারিত কোন সংবাদ প্রদান করেনি। | 一位政府发言人证实,该公司对外事务主管罗斯(David Roth)已于斐济时间星期四晚上,搭机前往洛杉矶,但不愿进一步说明原因,斐济军政府领袖班尼马拉马(Frank Bainimarama)目前正访问中国,预计下周返国后才会说明此事。 |
4 | ফিজির সামরিক শাসক ফ্রাঙ্ক বাইনিমারামা, আগামী সপ্তাহ পর্যন্ত চীন ভ্রমণে রয়েছেন এবং উক্ত মুখপাত্র জানান, যখন বাইনিমারামা ফিরে আসবেন, তখন তিনি পরিস্থিতি সম্বন্ধে ভাষণ দেবেন। | |
5 | ছবি ম্যাগপাই৩৭২এর ফ্লিকার এর পাতা থেকে নেওয়া। | 照片来自Flickr用户Magpie372 |
6 | উত্তর ‘ভিটি লেভু' এলাকার ইয়াকারা উপত্যকায় ১৯৯৬ সালে ফিজি ওয়াটার কোম্পানী পানি বোতলজাত করতে শুরু করে। ‘ভিটি লেভু' ফিজির সবচেয়ে বড় এবং সর্বোচ্চ জনসংখ্যা অধ্যুষিত দ্বীপ। | 罗斯离境前两天,斐济国防暨移民部长贾尼劳(Ratu Epeli Ganilau)辞职,表示自己无法苟同政府对罗斯的态度,传闻指称两人有个人情谊,故贾尼劳不愿下令将罗斯驱逐出境。 |
7 | এক বছর পর কোম্পানিটি যুক্তরাষ্ট্রে পানি রপ্তানী করতে শুরু করে। | 贾尼劳向媒体表示是自愿请辞,也承认自己和政府对如何处理罗斯出现分歧,但他不愿意详细说明原因。 |
8 | যদি পরিমাণে প্রচুর নয়, কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় ৪০ টির মত দেশে কোম্পানীর বিশ্বস্ত অনুসারী এবং গ্রাহক পাওয়া যাবে। কোম্পানীর নিজস্ব সদস্যদের সূত্রানুসারে ফিজির রপ্তানী আয়ের ২০ শতাংশ আসে ফিজি ওয়াটার থেকে এবং এটি স্থানীয় ৩৫০ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। | Fiji Water自1996年起,在斐济境内最大、人口最多的Viti Levu岛北部Yaqara河谷北部,开始经营瓶装水生意,隔年外销美国,至今拥有众多支持者,全球四十余国皆有贩售,该公司资料显示,斐济约两成外销收入来自于此,并在当地聘雇350名员工。 |
9 | অস্ট্রেলিয়ার সংবাদপত্র ধারণা করছে যে, রুথকে হয়ত সামরিক সরকার বহিস্কার করেছে, যারা উক্ত পদে একজন স্থানীয়কে দেখতে চায় অথবা সম্ভবত এমনকি যে এলাকায় থেকে ফিজি ওয়াটার পানি সংগ্রহ করে, সরকার সেই এলাকা দখলে নিতে চায়। | 《The Australian》报纸揣测,罗斯之所以可能遭驱逐出境,是因为军政府希望他的职务由本地人士担任,甚至想掌控该公司取得泉水的地下水层。 |
10 | রুথকে বহিষ্কার করা হয়েছে বলে যে অভিযোগ ছড়িয়েছে, এখন পর্যন্ত তার যেমন কোন প্রমাণ পাওয়া যায় নেই। তেমনি সরকারের এ বিষয়ে পরবর্তী কোন কর্মকাণ্ডের কোন সংবাদ নেই। | 目前尚无证据显示,罗斯是遭强制驱逐出境,政府亦未传出进一步行动,TheMax在Coup 4.5留言,要大家先放轻松。 |
11 | ব্লগ কু ৪. ৫ এর একজন মন্তব্যকারী দিম্যাক্স সকলকে এক গভীর শ্বাস নেবার জন্য বলছে। | 各位为何这么紧张? |
12 | কিসের এত শঙ্কা? বিষয়টা এমন নয় যে, ফিজি ওয়াটার নামক প্রতিষ্ঠানকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে বলা হয়েছে। | Fiji Water公司又没有关门。 |
13 | ফিজির বর্তমান নেতারা চাইছে মি: রুথ ফিজি থেকে চলে যাক। হয়ত কাজের অনুমতি লাভের ক্ষেত্রে নিয়মের লঙ্ঘনের কারণে তাকে চলে যেতে বলা হয়েছে। | 现任政府希望罗斯离开斐济,自然有其原因,也许是违反工作许可,或是严重国家安全问题,我们只要等总理自中国返国,一切就会明朗。 |
14 | অথবা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক অতীব গুরুত্বপূর্ণ বিষয়। | 或许相较于担任国防部长做对的事,贾尼劳更重视与罗斯的友谊。 |
15 | আমাদের অপেক্ষা করতে এবং দেখতে হবে, কখন চীন থেকে বাইনিমারামা ফিরে আসে এবং বিষয় সম্বন্ধে সবাইকে সঠিক সংবাদ প্রদান করে। | |
16 | হয়ত অবসরে যাওয়া এপেইলি গানিলায়ু দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী হয়ে থাকার চেয়ে রুথের বন্ধুত্বকে বেশী মূল্য দিয়েছে। মি:রুথ ফিজি ওয়াটারের একজন কর্মচারী মাত্র। | 罗斯只是Fiji Water的一名员工,这家公司的老板是美国亿万夫妇Stewart与Lynda Resnicks,各位别现在就大呼小叫,放轻松过日子就可以了。 |
17 | এই কোম্পানীর মালিকানা আমেরিকার কোটিপতি দম্পতি স্টুয়ার্ট এবং লিন্ডা রসেনিকস-এর। কাজেই যে সমস্ত ব্যক্তিরা এই ঘটনায় নাচানাচি করছে তারা শান্ত হউন এবং নিজের কাজ করে যান। | Alohabula1在Fiji Board Exiles写道,若罗斯真是遭驱逐出境,政府或许就犯下重大公关错误: |
18 | আলোহাবুলা১ ফিজি বোর্ড এক্সাইলে লিখেছে যদি প্রকৃতপক্ষে রুথকে বের করে দেওয়া হয়, তাহলে সরকার গণ সংযোগের ক্ষেত্রে এক বড় ধরনের ঝামেলা তৈরি করল। বিদেশে রপ্তানী করা সকল পণ্য যতটা ফিজির পরিচিতি তুলে করছে, ফিজি ওয়াটার তারচেয়ে বেশী ফিজির পরিচিতি তুলে ধরেছে। | 众所周知,Fiji Water为斐济塑造的品牌形象力量,远胜过所有其他出口产品,就行销而言成果卓著,若该公司高层缺乏合理原因,便遭到驱逐出境,肯定会影响斐济的国际声 誉,不符合品牌商标里美丽的瀑布、椰子树及热带花朵,反而呈现局势不稳、背叛及勒索合法投资人的面貌,若斐济不想办法挽救,很快就会出现以下后果: 一,若以非法途径从投资人手中夺走公司,未来谁还会买这项产品? |
19 | বিপণন যতটা করা হয়েছে, তাকে এক বিশাল অর্জন বলা যেতে পারে। | 二,此事会吓跑未来20年的所有投资人。 |
20 | তবে এর এক উল্টো দিক রয়েছে, আন্তর্জাতিকভাবে সবাই জেনেছে যে ফিজি ওয়াটার-এর প্রধানকে কোন আইনী কারণ ছাড়াই ফিজি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। | |
21 | ফিজির কথা বললেই সুন্দর সুন্দর ঝর্ণা এবং নারকেল গাছ ও ক্রান্তীয় অঞ্চলের ফুলের ছবি তৈরি হয়। | 三,世界会对斐济留下什么印象? |
22 | কিন্তু এই ঘটনা, ক্ষণস্থায়ী শাসন, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বৈধ এক বিনিয়োগকারীকে হুমকি প্রদান করে কিছু আদায় করার মত এক চিত্র তৈরি করে। | 四,该公司做足各种公关宣传及社区服务,改善斐济的国际形象,结果是以此为回报? |
23 | যদি ফিজি এই ধারণা পরিবর্তনের জন্য দ্রুত কিছু না করে, তাহলে শীঘ্রই বেশ কিছু ঘটনা ঘটে যাবে। | 五,斐济政府从该公司获得税金,现在似乎不是减少收入的好时间。 |
24 | ১. যদি অবৈধভাবে এর বিনিয়োগকারীদের কাছ থেকে ফিজি ওয়াটার নিয়ে নেওয়া হয়, তাহলে কেউ কি আর কখনো তা কিনতে যাবে? ২. পূর্বে অন্য যে সমস্ত পোস্টারে যা বলা হয়েছে, সেটা কি পরবর্তী ২০ বছরের জন্য অন্য সব বিনিয়োগকারীদের ভীত করে তুলবে। | 两年多前,斐济政府试图向Fiji Water课征每公升水20美分的税金,这种提议后来经内阁激烈辩论后作罢,传闻指出,该公司扬言若政府决定课税,就要停止生产。 |
25 | ৩. বিশ্বের কাছে ফিজির চিত্রটি কেমন হবে ৪. | Mera Fiji Mahan认为是该公司自作自受: |
26 | ফিজি ওয়াটার ফিজিতে যথেষ্ট পরিমান গণ সংযোগ এবং সমাজ সেবার কাজ করেছে, যার ফলে আন্তর্জাতিক দৃষ্টিতে অন্তত তারা সমর্থন যোগ্য এবং এটাই তাদের পুরষ্কার? | |
27 | ৫. সরকার কি ফিজি ওয়াটার থেকে কর লাভ করে না, মনে হচ্ছে না নিজস্ব আয়ের পথ বন্ধ করার এটাই ভালো সময়? | 真相是,该公司透过政治操作,才让他们获得几乎免税的待遇。 |
28 | প্রায় দুই বছর আগে ফিজির সরকার ফিজি ওয়াটার কোম্পানীর প্রতি লিটার পানির উপর ২০ সেন্ট কর ধার্য করার চেষ্টা করে, কিন্তু লম্বা এক লড়াইয়ের পর সংসদে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। | |
29 | সে সময় গুজব ছড়িয়ে পড়ে যে বোতলজাত পানি কোম্পানিটি হুমকি প্রদান করেছিল, যদি সরকার এ ক্ষেত্রে কর আরোপ করে, তাহলে তারা উৎপাদন বন্ধ করে দেবে। মেরা ফিজি মহান যুক্তি প্রদান করেছে যে, প্রতিষ্ঠানটি নিজে নিজেকে প্রান্তিক অবস্থানে পরিচালিত করেছে। | 他们开发我国地下水层、强调是绿色企业、在海岸丢弃塑胶废料、买通官员…现在才发现无法买通政府。 |
30 | সত্য হচ্ছে, তারা খারাপ কিছু রাজনীতিবিদকে কৌশলে কাজে লাগিয়েছে, যে সমস্ত রাজনীতিবিদেরা তাদের এই ব্যবসাকে “কর মুক্ত” (অথবা প্রায় তার কাছাকাছি) ব্যবসার মর্যাদা প্রদান করেছে। | |
31 | তারা আমাদের পানির উৎস শূন্য করে ফেলছে, তাদের নিজেদের পণ্য এমনভাবে বিপণন করছে যে, তারা পরিবেশ বান্ধব কোম্পানী। | 校对:Soup |
32 | তারা আমাদের উপকূল প্লাস্টিকের আবর্জনা দিয়ে ভরে ফেলছে, সরকারি কর্মকর্তাদের কিনে নিচ্ছে… এখন তারা আবিষ্কার করছে যে তারা কেবল সরকারকে কিনতে পারছে না। | |