# | ben | zhs |
---|
1 | ইকুয়েডর: গুইয়াকিলে একটা বাস ডাকাতির পরের প্রতিক্রিয়া | 厄瓜多尔:公车抢案后… |
2 | অনেক ইকুয়েডরবাসীর কাছে অপরাধ দৈনিক বাস্তবতা হতে পারে, সেটা রাস্তায় দেখা বা কারো দিনের রুটিনের মধ্যে। ব্লগার জোসে আন্দ্রেজ লোপেজ আল্ভারেজে গুইয়াকিলের রাস্তায় বাসে যাওয়ার সময়ে এমনি একটা ঘটনার মধ্যে পড়েছেন। | 犯罪是许多厄瓜多尔民众每天都会见到的现实情况,可能在街道上,也可能是日常生活之中,博客José Andrés López Alvarez最近在瓜亚基尔(Guayaquil)搭乘公车时,便遇上一桩抢案,由于过程中无人受伤,他的财物也未有损失,故没有影响他的心情,他在个人博客Agucho里详述事件经过,以及抢案发生后在公车上的情景[西班牙文]: |
3 | যেহেতু এই অপরাধে কেউ আহত হননি, আর যেহেতু তার ব্যক্তিগত জিনিষ ঠিক ছিল তাই তিনি ভালো মেজাজে ছিলেন। | 公车在红灯处停下来,两名男子上车,一人坐在中段,另一人坐在后段,公车开始行驶后,两人便有动作,不过我何必说明抢案细节呢? |
4 | তার ব্লগ আগুচোয় তিনি বিস্তারিত বলেছেন যে এটা কিভাবে হলো আর চুরির পরে বাসের দৃশ্য কেমন ছিল। | 每个厄瓜多尔人都曾遭抢,故各位都知道情况如何。 |
5 | পরিস্থিতির ভালো দিক হলো, বন্দুক দিয়ে ভয় দেখানোর পরে যদি কোন ডাকাতির ভালো দিক থাকতে পারে বিশেষ করে ডাকাতটি যখন ভয়ে ভয়ে বন্দুকটা নাড়াচ্ছিল, তারা আমার কাছ থেকে কিছু নেয়নি। | 历经这场抢案,受到歹徒持枪威胁,唯一的好事是我没有任何财物损失。 |
6 | কেন না? | 为什么呢? |
7 | খুব সহজ যে ডাকাতদের কাছ থেকে আমার বীমা করা ছিল: ”আমি চিরো।“ ইকুয়েডরে ‘চিরো'র মানে হচ্ছে “তেমন একজন ব্যক্তি যার পকেটে কিছু নেই”। | 因为我告诉他们:我是Chiro,在厄瓜多尔,Chiro意指口袋里没半毛钱的人。 |
8 | এই কারনে, তারা আমার টাকা বা মোবাইল নেয়নি, আসলে তারা আমার মোবাইল নেয়নি কারন সেটা কয়েক মাস আগে চুরি হয়েছে আর এখনো নতুন কেনা হয়নি। | 所以抢匪没拿我的钱或手机,之所以没拿我的手机,是因为我的手机几个月前就被偷走,一直还没买另一个。 |
9 | তিনি অপরাধীরা চলে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই তার সহযাত্রীদের সাথে কি হয়েছে তা জানিয়েছেন: | 他也记录抢匪逃跑后其他乘客的反应: |
10 | প্রায় অর্ধেক যাত্রীর মত ছিল যে বাসচালক ডাকাতদের ধাওয়া করবে। বাকী অর্ধেক চাচ্ছিলেন যে বাসচালক যেন দ্রুত বাসটিকে সেই স্থান থেকে চালিয়ে নিয়ে যায় এবং কোনভাবেই না থামতে। | 抢案之后的情况很有意思,此事原本让众人紧张万分,之后却转变成彼此的友谊,歹徒跳车逃跑后,车上出现很有意思的对话,有 些人说 那只是玩具枪,或说枪里没有子弹,或是枪根本坏了,也有人说若所有乘客齐力,肯定能制服匪徒,不会让他们拿走任何东西,不过那种情况当然没发生,只有几个 「勇敢的人」敢在案发后说这种话。 |
11 | আর তার মাঝখানেই সবাই নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছিলেন যে কার কি খোয়া গেছে। | 半数乘客希望公车司机开车追歹徒,另一半要求司机赶紧继续开车;每个人也说出自己有何损失,有位男性便很高兴,因为枪匪 没拿走他的老手机。 |
12 | যেমন একজন লোক খুব খুশী ছিলেন কারন ডাকাতরা তার পুরোনো আলকাটেল মোবাইল ফোন নেয় নি। | 校对:Soup |