# | ben | zhs |
---|
1 | চিলি: ভালদিভিয়াতে ১৯৬০ সালের ভূমিকম্পের উত্তরাধিকার | 智利:回忆1960年强震 |
2 | পঞ্চাশ বছর আগে, পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ভূমিকম্প চিলির ভালদিভিয়া অঞ্চলকে নাড়া দিয়েছিল। | 50年前,人类记载史上最强地震撼动智利瓦迪维亚市(Valdivia),1960年5月22日,芮氏规模9. |
3 | ১৯৬০ সালের ২২শে মে কানাতে শহরের কাছে ৯. ৫ মানের ভূমিকম্প আঘাত হানে। | 5强震的震央出现在Cañete市附近,但瓦迪维亚受创最深,近四成建筑物倒塌,近两万人无家可归。 |
4 | তবে ভালদিভিয়া পরিণত হয় সব থেকে বেশী আক্রান্ত এলাকায় যার ৪০% বাড়ি ধ্বংস হয়ে যায় আর প্রায় ২০,০০০ মানুষ গৃহহীন হয়। | 目前公民媒体许多使用者当时年纪太小,未历经这场地震,不过Mauro Barrientos(@maurobarrientos)则有机会聆听幸存者故事: |
5 | চিলির রর্তমানের নাগরিক মিডিয়া ব্যবহারকারী অনেকেই ১৯৬০ এ ভূমিকম্প দেখেননি, কিন্তু মাউরো বারিয়ান্তোসের (@মাউরোবারিয়ান্তোস) মতো কেউ কেউ এমন লোকের সাথে কথা বলেছেন যিনি সেখানে পঞ্চাশ বছর আগে ছিলেন: | |
6 | আমার দাদি বলেছেন যে এই (২০১০) ভূমিকম্প ১৯৬০ এর ভালদিভিয়ার ভূমিকম্পের সাথে তুলনা করা চলে না। | 祖母说,今年地震完全比不上1960年的瓦德维亚地震。 |
7 | তবে, দেশের অনেকের মনে সেই ভূমিকম্পের কথা গেঁথে ছিল। ইয়োন্দাইমে আন্দ্রিয়াস (@ ইয়োমেরএলেসার) লিখেছেন: | 不过地震对智利历史及许多民众都造成阴影,Yondaime Andres(@EomerElessar)表示: |
8 | মানুষ ভয় পেয়েছে এই (ভুমিকম্পে) কারণ এটিকে (১৯৬০ এর ভূমিকম্পের) ছায়া মনে হচ্ছে। | 人们很害怕,因为2010年这场地震犹如1960年强震的冤魂。 |
9 | ভালদিভিয়া শহর থেকে বেতসাবে সান্দোভাল (@নাহরা) টুইটপিকে ১৯৬০ এর ভূমিকম্পের ধ্বংসের বেশ কয়েকটি পুরোনো ছবি আপলোড করছেন, যার মধ্যে ভালদিভিয়া গির্জা ধ্বংসের এই ছবি আছে। | Betsabé Sandoval(@_Nahra)来自瓦迪维亚,她上传许多旧照片至Twitpic,呈现1960年地震受创情况,包括瓦迪维亚大教堂毁坏景象,她一共上传十张不同照片。 |
10 | তিনি মোট দশটি বিভিন্ন ছবি আপলোড করেছেন। ভালদিভিয়ায় ভূমিকম্পের পুরোনো ছবি। | 瓦迪维亚灾后照片,由_Nahra提供 |
11 | টুইটপিক থেকে নাহরার সৌজন্যে ভালদিভিয়াতে এখন বসবাস করেন এমন অনেক টুইটার ব্যবহারকারী আছেন। | 不少Twitter用户现居瓦迪维亚,他们不断提供2010年地震后续消息,以及其他居民受到什么影响,@tapeks提到当地此刻氛围: |
12 | সারা দিনব্যাপি তারা ২০১০ র ভুমিকম্পের অগ্রগতি আর কিভাবে তাদের সাথের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। | |
13 | টুইটার ব্যবহারকারী @তাপেক্স দেশের বর্তমান মানসিকতা সম্পর্কে লিখেছেন: আপনি মানুষের মধ্যে ভয় দেখতে পারবেন, সবাই চঞ্চল হয়ে হেঁটে বেড়াচ্ছেন। | 可以感受到人们心中恐惧,每个人行走时焦躁不安,街道很寂寥,很不寻常。 |
14 | রাস্তা ফাঁকা, অস্বাভাবিক লাগছে। ভূমিকম্পের পরে প্রথম রাত্রে, এভিলিন আরিয়াগাদা (@এভিলিনারিয়াগা) আর ড্যানিয়েলা কোন্ট্রিরাস (@ডিকোন্ট্রিরাসেল) দুইজনই বলেছেন যে পরিস্থিতি কেমন কিছুটা শান্ত, কিন্তু সবাই শুতে যাচ্ছেন কিছুটা ভয় নিয়ে। | 震灾后入夜,Evelyn Arriagada(@evelynarriaga)及Daniela Contreras(@dcontrerasl)两人都提到,情况稍有缓和,但每个人入眠都怀抱一丝恐惧。 |
15 | তবে, ১৯৬০ ভূমিকম্পে ঘটা ক্ষতি যে কেবল সবার মনে আছে তাই না, বরং ৫০ বছর আগে চিলির মানুষের প্রতিক্রিয়াও মনে গেঁথে আছে। পাঞ্চো বালেস্টেরোস (@পাঞ্চো_বি) লিখেছেন: | 这场地震除了让人想起1960年地震对人心的伤害,也让人回忆50年前民众的反应,Pancho Ballesteros(@Pancho_B)提及: |
16 | আমাদের দেশ যদি ৫০ বছর আগে ভালদিভিয়ার (ভূমিকম্পের) পরে দাঁড়াতে পারে, আজকে একই কাজ করা সময়… | 若我国在1960年瓦迪维亚强震后能站起来,现在也可以这么做… |