# | ben | zhs |
---|
1 | থাইল্যান্ডে কেন পিৎজা নিয়ে কথা বললে আপনি বিপদে পড়তে পারেন | 在泰国订披萨却惹来一身腥? |
2 | পিৎজা কোম্পানির হটলাইন ১১১২ এখন অপরাধ আইনের ১১২ নম্বর ধারা নিয়ে কথা বলার ক্ষেত্রে এক সাঙ্কেতিক নাম্বারে পরিণত হয়েছে। | The Pizza Company的热线1112,成为译者刑法112条的代号。 |
3 | ধরুন আপনি থাইল্যান্ডে রয়েছেন এবং হঠাৎ আপনার পিৎজা খাওয়ার ইচ্ছা জাগল, সেক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা রয়েছে যে দেশটির সর্ববৃহৎ পিৎজা চেইন “দি পিৎজা কোম্পানির” পিৎজার উল্লেখ হতে পারে। | 如果你人在泰国突然想吃块披萨,你可能会想到这家泰国连锁披萨店龙头-The Pizza Company。 |
4 | যখন আপনি কোম্পানির হট লাইন “১১১২” ডায়াল করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ থাইল্যান্ডে এমন অনেক একটিভিস্ট রয়েছেন যারা কুখ্যাত অপরাধ আইনের ১১২ ধারা বোঝাতে পিৎজা শব্দটিকে সঙ্কেত হিসেবে ব্যবহার করে। | 但当你拨打披萨专线「1112」时可要小心了! |
5 | ব্যাংকক ভিত্তিক এক ইংরেজী সংবাদ সাইট খাওসোদ ব্যাখ্যা করছে যে পিৎজা শব্দটি আপরাধ আইনের এই বিশেষ ধারার সাথে যুক্ত হওয়ার এই বিষয়টির খুব সাধারণ কারণ হচ্ছে দি পিৎজা কোম্পানির প্রায় কাছাকাছি একই রকম ফোন নাম্বার এই আইনের ধারার নাম্বার-এর সাথে মিলে যায়। | 因为泰国一些激进分子以「披萨」作为代号,意指恶名昭彰的刑法112条。 曼谷新闻网Khaosod English表示,「披萨」之所以与这条刑法扯上关系,仅是因为这家连锁披萨店的专线电话与法条名称几乎相同。 |
6 | ১১২ নাম্বার ধারা রাজ পরিবার অপমান বিরোধী আইন (লে ম্যাজিস্টে), যে আইনের ধারা অনুসারে রাজ পরিবারের জন্য অপমানকর যে কোন আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। | 刑法112条内容为大不敬罪或反皇室冒犯的相关条例,也就是将任何侮辱皇室的行为加以定罪。 |
7 | বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা ছাড়াও থাইল্যান্ডের নাগরিকদের মাঝে রাজা দেশটির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। | 泰国国王是全世界在位最久的君主,也是全国最受尊崇的公众人物,部分学者认为刑法112条是全球最严苛的法律,有必要进行大幅修正。 |
8 | অনেক বিদ্বান ব্যক্তি মনে করেন যে এই ১১২ ধারা বিশ্বের সবচেয়ে কঠোর আইন এবং তার পরিমার্জন প্রয়োজন। | 据称目前已有部份民众经由简讯或网络留言辱骂国王,因而被相关当局拘禁。 |
9 | এসএমএস পাঠানো কিংবা অনলাইনে মন্তব্য পোস্ট করার কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি কারাগারে আটক রয়েছে। | 激进分子控诉政府利用刑法112条迫害批评者,各种请愿活动也陆续要求修订这条法律,然而这些请求被政府当局一概拒绝。 |
10 | কয়েকজন এ্যাকটিভিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে সরকার এই আইনের মাধ্যমে সমালোচকদের হয়রানি করছে। | 泰国红衫军以这张贴纸作为反对刑法112条的标志 |
11 | ১১২ নাম্বার ধারার সংস্কারের জন্য বেশ কয়েকটি দরখাস্ত প্রদান করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এই সমস্ত দরখাস্ত প্রত্যাখান করেছে।. | 为避免依刑法112条起诉,有些泰国民众不会提及这项政策的名称,而是藉披萨之名意指这条「德古拉式」的严酷刑律。 |
12 | ১১২ নাম্বার ধারা উল্লেখ করার জন্য রেড শার্ট একটিভিস্ট স্টিকার ব্যবহার করেছে। | 当讨论内容倾向辱骂君主的危险时,这时有人会揶揄地说:「你要帮我们订披萨吗?」 |
13 | আইনের ১১২ ধারায় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে, কয়েকজন থাই নাগরিক “কুখ্যাত” এই আইনটিকে সরাসরি বোঝানোর জন্য পিৎজা শব্দটি উল্লেখ করে: | 或是「真希望监狱里有提供披萨。」 |
14 | যদি কোন আলোচনা রাজাকে বিপজ্জনকভাবে অপমানের মধ্যে দিয়ে শুরু হয়, তাহলে কেউ হয়ত ব্যঙ্গ করে বলবে, আপনি কি কোন পিৎজার অর্ডার দিচ্ছেন? | 自去年五月泰国军队掌权之后,新政府已起诉十几件违反大不敬条例的案子。 |
15 | অথবা বলবে “ আমি আশা করি তারা জেলখানায় পিৎজা সরবরাহ করবে”। | 近期的案例为一名学者被退休军人举报辱骂已逝世的国王。 |
16 | গত মাসে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর, নতুন সরকার এক ডজন রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। | 因违反大不敬条例而定罪者,最高可被判处拘禁长达15年。 |
17 | সাম্প্রতিক এক মামলা, যে ঘটনায় এক বিদ্বান ব্যক্তি জড়িত, তার বিরুদ্ধে এক অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা অভিযোগ দায়ের করেছিল যে তিনি মৃত এক রাজাকে অপমান করেছেন। | 所以下次当你拨打「1112」时,请确定你指的是The Pizza Company,否则你可能会落得在牢房里吃披萨的下场! |
18 | রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে যারা অপরাধী প্রমাণিত হয়, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। | 译者:林晓玉 |
19 | কাজে আগামীতে যদি আপনি থাইল্যান্ডে বাস করে ১১১২ ডায়াল করেন তাহলে নিশ্চিত হোন যে আসলে আপনি পিৎজা কোম্পানিতে ডায়াল করেছেন। | 校对:Fen |