# | ben | zhs |
---|
1 | ইরান: প্রতিবাদকারীরা আবারও ইসলামিক সরকারের বিরুদ্ধাচরণ করেছে | 伊朗:民众再度反抗政权 |
2 | গত বৃহস্পতিবার হাজারো প্রতিবাদকারী তেহরানের রাস্তায় রাস্তায় প্রতিবাদ করেছে “স্বৈরাচার নিপাত যাক” বলে এবং “আল্লাহু আকবার” ধ্বণি দিয়ে। গত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদের বিরুদ্ধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করেই তাদের এই সমাবেশ ছিল। | 数千名抗争者7月9日再度走上伊朗首都德黑兰(Tehran)街头,不顾政府警告,高喊「独裁者下台」与「伟大真主」等口号,持续反抗6月12日总统大选结果。 |
3 | এই সমাবেশ আরও স্মরণ করে ইসলামিক রিপাবলিকের সরকারের বিরুদ্ধে ছাত্রদের সেই প্রতিবাদের দশ বছর যেখানে একজন ছাত্র মারা গিয়েছিল, অনেকে আহত হয়েছিল এবং বহু গ্রেফতার হয়েছিল। | 这场游行亦纪念学生运动10周年,当时至少造成一人死亡、多人受伤及被捕。 |
4 | ইরানী নাগরিকরা আবারও সারা বিশ্বকে ভিডিও এবং ছবি প্রকাশের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে, যেমন উপরের ছবিটি। | 伊朗民众也再次提供世人诸多影片及照片,例如[上图]。 |
5 | নীচের ভিডিওতে তেহরানের লোকেরা “আল্লাহু আকবার” বলে চিৎকার করছে: | 以下影片中,德黑兰民众高呼「伟大真主」: |
6 | এখানে, জনগণ আয়াতুল্লাহ আলী খামেনীর ছেলে মোজতাবা খামেনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কিছু রিপোর্ট অনুসারে তিনি বাসিজ প্যারামিলিটারী ফোর্সের নিয়ন্ত্রণকারী যারা সাম্প্রতিক সময়ে প্রতিবাদকারীদের উপর নির্যাতন চালিয়েছে। | 另一段影片中,民众大喊口号反对伊朗最高精神领袖哈梅尼(Ayathollah Ali Khamenei)之子Mojtaba Khamanei,根据部分报导,哈梅尼之子操控民兵部队Basij,近几周强力镇压抗议群众。 |
7 | এবং এখানে, একজন প্রতিবাদকারী ইরানের বিরোধী দলীয় নেতা মীর হোসাইন মুসাভীর নামে স্লোগান দিচ্ছে। | 第三段影片中,一位抗争者高喊在野阵营领袖穆沙维(Mir Hussein Mousavi)的名字: |
8 | ব্লগার আখারোজামান লিখেছে যে ভালি আসর স্ট্রীটে নিরাপত্তা রক্ষীরা একটি বাসের ভিতর কাঁদানে গ্যাস মেরেছে। | 博客Akharozaman提到,安全人员向Vali Asar街一辆巴士发射催泪瓦斯。 |
9 | বেশ কিছু ব্লগার যেমন দ্যা গড দ্যাট ফেইলড বিবিসির ফার্সী বিভাগের টিভির সমালোচনা করেছে তেহরানের প্রতিবাদ সমাবেশগুলি সঠিকভাবে উপস্থাপন না করার জন্যে। | The god that failed等博客批评[波斯文]英国广播公司波斯语频道,指责他们未报导德黑兰抗争事件。 |
10 | মাই. | My. |
11 | অপেরা বলেছে যে বিবিসি এবং অন্যান্য মূলধারার মিডিয়া ইরানী প্রতিবাদ আন্দোলনকে কোন সাহায্য করতে পারবে না কারন কারন তারা এক চোখে প্রতিবাদকারীদের দিকে দেখে এবং অন্য চোখে ইরানে সরকারের প্রতিশ্রুতিতে আমল দেয়। | Opera表示[波斯文],英国广播公司与其他主流媒体无助于伊朗抗议运动,因为他们一方面看着示威者,又得同时顾着伊朗政府的承诺。 校对:Portnoy |