# | ben | zhs |
---|
1 | আরব বিশ্বঃ আরব রাজতন্ত্রের সংগঠন-এ জর্ডান ও মরোক্কো | 阿拉伯君主国联盟隐然成形 |
2 | প্রথমে, সবাই ভেবেছিল যে, এটা কৌতুক বা আরেকটা টুইটার গুজব। কিন্তু, শীঘ্রই নেট নাগরিকরা বুঝতে পেরেছে যে এটা সত্যি এবং এই ঘটনা সবাইকে হতবাক করেছে, এমনকি যারা এটা নিয়ে মজার টুইট প্রদান করেছে, তাদের কাছে আশ্চর্যের বিষয় হল জর্ডান ও মরোক্কোর গালফ কোপারেশন কাউন্সিল বা জিসিসি-তে যোগদান অনুরোধকে স্বাগত জানানো হয়েছে এবং এটা নিয়ে আলোচনা করা হবে। | 起初大家都以为那是个玩笑,又或是另一个Twitter网站上的谣言,但人们很快察觉到这是事实而震惊不已,约旦和摩洛哥两国竟然真要申请加入“波湾合作理事会”(GCC),该组织竟也受理讨论,引发人们更多歇斯底里的反应,出现许多有趣讯息。 |
3 | জিসিসি নামক সংস্থায় জর্ডানের অংশগ্রহণের বিষয়টি এত গুরুতর নয় কারন এর সীমানায় অংশীদারিত্ব আছে। | 约旦若加入该组织,并不会太过突兀,毕竟约旦与会员国接壤,但摩洛哥位处阿拉伯世界的另一端,却也想要入会,激发许多人的幽默感和疑惑。 |
4 | কিন্তু আরব বিশ্বের অন্য প্রান্তে অবস্থিত মরক্কোর ব্যাপারটি অনেক কৌতুক ও প্রশ্নের জন্ম দিয়েছে। জিসিসি, ১৯৮১ সালে গঠিত একটি রাজনৈতিক সংঘ, যার সদস্য হল কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। | “海湾合作理事会”为一政治团体,创立于1981年,成员包括科威特、沙特阿拉伯、巴林、阿曼、卡塔尔、阿拉伯联合酋长国。 |
5 | #জিসিসি নামক হ্যাশট্যাগ, মরোক্কো এবং জর্ডানের জিসিসি নামক সংস্থায় যোগদানের অনুরোধে উত্তপ্ত হয়ে উঠে | 自从有消息传出,摩洛哥与约旦申请加入海湾合作理事会,#GCC这个标签在Twitter网站上迅速蔓延 |
6 | আরব আমিরাতের কলাম লেখক এবং টুইটার ব্যবহারকারী সুলতান আল কাসেমি (@সুলতানআলকাসেমি) এই খবরের ব্যপারে প্রথমে টুইট করেছিল। | 阿联酋专栏作家Sultan AlQassemi很早就在Twitter网站提及此事: |
7 | তিনি লিখছেন : “এখন জিসিসি-এর সীমানা ইসরাইল, ফিলিস্তিন ও সিরিয়ার সীমানার সাথে যুক্ত হয়েছে” | 以后海湾合作理事会将与以色列、巴勒斯坦、叙利亚为邻。 |
8 | এরপর, আল কাসেমি আরো বলেন: | 他另指出: |
9 | “প্রকৃতপক্ষে, জিসিসি আরব রাজতন্ত্রের এক ক্লাবে পরিণত হয়েছে”#মরোক্কো# জর্ডান। | 该组织基本上逐渐成为阿拉伯君主国俱乐部。 |
10 | এমবিসি সম্প্রচার কেন্দ্রের এক প্রখ্যাত সৌদি উপস্থাপিকা মুনা আবু সুলায়মান (@মুনাআবুসুলায়মান) লিখছেনঃ | 沙特阿拉伯MBC电视台知名主播Muna Abu Sulayman表示: |
11 | “নতুন জিসিসি নিশ্চিত করছে যে, পুরনো জিসিসি বাদে আর কারো কোন ক্ষমতা নেই। মিশরের জন্য বড় শিক্ষা, তারা আরব লীগকে সেকেলে এক সংস্থায় পরিণত করেছে”। | 新GCC是要让旧GCC成员垄断权力…这对埃及是一大教训,他们让阿拉伯联盟变得无足轻重。 |
12 | সৌদি আরবের অপর এক প্রখ্যাত নারী অধিকারকর্মী হাতুন-আল-ফাসি জিসিসি নামক সংস্থায় জর্ডান ও মরোক্কোকে নেয়ার প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছে এবং তার দৃষ্টিভঙ্গি অন্যান্য টুইট করা ব্যক্তির টুইটে বিভিন্ন ভাবে পুনরায় উপস্থাপিত হয়েছে। আল-ফাসি (@হাতুনআলফাসি) লিখেছেন : | Hatoon Al-Fasi博士是沙国知名女权份子,也关心摩洛哥和约旦将成为GCC新会员国,也多次反覆阐述自身观点,她提到: |
13 | জিসিসি, রাজতন্ত্রের ধ্বজাধারীদের এক সংস্থায় রূপান্তরিত হচ্ছে। জর্ডান এবং মরোক্কোকে সেখানে যোগ দিতে অনুরোধ করা হচ্ছে। | 海湾合作理事会正在转型为君主国理事会,约旦和摩洛哥也获邀加入。 |
14 | এবতিহাল মুবারাক (@এবতিহালমুবারাক) এক সৌদি একটিভিস্ট এবং সাংবাদিক যিনি বর্তমানে নিউইয়র্ক শহরে বাস করছেন, তিনি আল ফাসির সাথে একমত, ভদ্রমহিলা তার টুইটে বলছেনঃ | 沙国社运份子兼记者Ebtihal Mubarak现居美国纽约,也同意上述言论: |
15 | “ অবশিষ্ট রাজতন্ত্র/একনায়কদের রক্ষার জন্য নতুন জিসিসি কি ধনী উপসাগরীয় রাষ্ট্রের-এর এক বেপরোয়া পদক্ষেপ?” | 新GCC是否为波斯湾富国的最后手段,以保护阿拉伯世界剩余君主国/独裁政府? |
16 | খোবারে পৌরসভা নির্বাচনে প্রথম নিবন্ধনকারী সৌদি তরুণী হেবা-আল-বুতাইরি (@হে_বা) কয়েক সপ্তাহ আগে লিখছেন: “এই দুর্বোধ্য ব্যাপারটিকে দেখতে দেয়ার জন্য ধন্যবাদ। | Heba Al-Butairi是位年轻的沙特阿拉伯女子,几个星期之前率先在Khonar地区登记为地方选举选民,她写道: |
17 | গণতন্ত্রের একে বিরুদ্ধে জিসিসি ও রাজতন্ত্রের জোট হিসেবে দেখা যেতে পারে” | 感谢各位让我瞭解这件难以置信的事,海湾合作理事会应该更名为“反民主君主国联盟”。 |
18 | কুয়েতি আইনজীবী ও রাজনৈতিক কর্মী ওবাইদ-আল-ওয়াসমি (@ডঃ_আলওয়াসমি) এই খবরের সমালোচনা করে লিখেছেন: | 科威特律师兼政治运动份子Obaid Al-Wasmi亦抨击此事: |
19 | “জিসিসিতে, জর্ডান ও মরোক্কোকে স্বাগত জানালে তা জিসিসি এর বৈধ নিয়মকে বদলে, একে আন্তর্জাতিক সংস্থা থেকে রাজ পরিবারের এক সংস্থাতে পরিবর্তিত করবে, আর এটাই আসল উদ্দেশ্য” | 若要欢迎约旦及摩洛哥加入GCC,应该同时更改组织法规章程,从国际组织改为王室协会,因为这才是他们真正目的。 |
20 | সৌদি টুইটার ব্যবহারকারী তরুণী আলিয়া-আল-ফায়িঘ (@আলিয়া-এফ) এ ব্যাপারে আরেকটি দিক উল্লেখ করে বলছেন : | 沙特阿拉伯青年Aalia Al-Faigh提到另一角度: |
21 | “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এ ব্যাপারে নাগরিকদের কাছ থেকে কোন কিছু জানতে চাওয়া হয়না এবং তাদের কোন মতামত নেই”। | 最重要之处在于,民众未经询问,也无法表达意见。 |