# | ben | zhs |
---|
1 | পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘটের জন্য তৈরি | 波多黎各:全国罢工倒数 |
2 | পুয়ের্টো রিকো ১৫ই অক্টোবর বৃহষ্পতিবার তাদের জাতীয় ধর্মঘটের জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। | |
3 | গভর্ণর লুইস ফরচুনো প্রায় ১৭০০০ সরকারী চাকুরেকে চাকুরিচ্যুত করার পরে অক্টোবরের প্রথম সপ্তাহে, ট্রেড ইউনিয়নের কর্মী আর সদস্য, নারী, পরিবেশবিদ, ছাত্র, অধ্যাপক এবং অন্যান্য -অর্থাৎ সর্বপ্রকার জনগণ প্রচণ্ড ক্ষোভে ফুঁসে উঠেছে। | |
4 | অগুনতি প্রতিবাদ আর জনগণের অসহযোগ আন্দোলন প্রদর্শিত হয়েছে নতুন চাপানো অর্থনৈতিক নীতির প্রতিবাদ করতে। সরকার বলছেন যে এসব পদক্ষেপ অর্থনৈতিক মন্দার কারনে নেয়া হয়েছে। | 波多黎各已准备于10月15日发动全国罢工,自总督Luis Fortuño于十月初裁撤17000名公务员,社会各界纷纷动员表达抗议,包括劳工、工会成员、女性、环保人士、学生、教授等,虽然政府强调这是金融危机下的必要措施,民间仍发起多项抗争与公民不服从活动,今年截至目前为止,新政府已裁撤25000名公务员。 |
5 | সব মিলিয়ে এই বছরে, সদ্য নির্বাচিত সরকার প্রায় ২৫০০০ সরকারী চাকুরি বিলুপ্ত করেছেন। গত কয়েক মাসে সরকার আর বিভিন্ন সুধী সমাজ দলের মধ্যে তিক্ততা বৃদ্ধি পেয়েছে: সামাজিক আর অর্থনৈতিক ভাবে দুর্বল এলাকায় উচ্ছেদের নির্দেশ, পুলিশের অত্যাচার, আর বিভিন্ন সামাজিক উদ্যোগ (যেমন ফিদেইকোমিসো দেল কানো মার্টিন পেনা) শেষ করে ফেলা তাতে ইন্ধন জুগিয়েছে। | 过去几个月以来,政府与公民团体之间的敌意日深,政府下令驱逐社会与经济弱势团体、警察暴力、取消Fideicomiso del Caño Martín Peña等社区计划,都造成社会不满,政府官员连续说出冒犯或迟钝的发言,例如现在已很出名的「如是人生」,或是最近内定出任政府幕僚长的Marcos Rodríguez Ema将示威民众比喻为恐怖份子,故引发民众在10月15日发动全国罢工。 |
6 | সরকারী কর্মকর্তাদের কাছ থেকে বেশ কিছু মন্তব্য এসেছে যা অপমানজনক আর অবিবেচক মনে করা হয়েছে। | 为回应内定幕僚长的发言,Tito Otero刊载男孩在国会前演奏小提琴的画面,其中男孩说:「我不是恐怖份子,我相信国家正义」。 |
7 | যেমন এখন দু:খজনকভাবে জনপ্রিয় ‘জীবন এমনি' আর আরো সম্প্রতি, গভর্ণরের মনোনীত চীফ অফ স্টাফ মার্কোস রড্রিগ এমা বিক্ষোভকারীদের সন্ত্রাসীদের সাথে তুলনা করেছেন। | |
8 | এ সবই ১৫ই অক্টোবরের ধমর্ঘটের সূত্র। রড্রিগ এমার এই মন্তব্যের উত্তরে, টিটো ওতেরো এমন একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সামনে একটা ছেলে বেহালা বাজাচ্ছে। | 博客与Twitter用户也为罢工准备,目标是瘫痪国家一日,Edwin Vázquez在Cargas and descargas博客呼吁民众使用Twitter与Facebook发送全国罢工日讯息,@caribnews也在Twitter上希望人们留言时加上#twittericans标签。 |
9 | আমরা ছেলেটাকে বলতে শুনছি: “আমি সন্ত্রাসী না। আমি আমার দেশের জন্য ন্যায় বিচারে বিশ্বাস করি।“ | 校对:Soup |
10 | ব্লগার আর টুইটারকারীরা এই ধর্মঘটের জন্য প্রস্তুত হয়েছিলেন যাতে দেশটাকে একদিনের জন্য বন্ধ করে দেয়া যায়। | |
11 | কার্গাস আর দেস্কারগাস ব্লগে এডুইন ভাস্কুয়েজ ব্লগার আর নাগরিকদের অনুরোধ করেছেন ফেসবুক আর টুইটার ব্যবহার করতে জাতীয় ধমর্ঘটের দিনে তথ্য দেয়ার জন্যে। | |
12 | এরই মধ্যে @কারিবনিউজ অনুসারীদের হ্যাশট্যাগ ঠিক করতে পরামর্শ চেয়েছেন, আর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে #টুইটারিকানস হ্যাশট্যাগ ব্যবহার করে। | |