Sentence alignment for gv-ben-20100207-9241.xml (html) - gv-zhs-20100207-4631.xml (html)

#benzhs
1ল্যাটিন আমেরিকা: আফ্রো-ল্যাটিনোদের অবদান উদযাপন拉丁美洲:表彰非裔拉美人贡献
2যুক্তরাষ্ট্র ও কানাডায় পুরো ফেব্রুয়ারি মাস কালোদের ইতিহাসের মাস (ব্লাক হিস্ট্রি মান্থ) হিসেবে উদযাপন করা হয়।美国与加拿大都在二月份庆祝「黑人历史月」,整个月举办各式特别活动与纪念仪式,有些博客已发起网络计划,以彰显另一群非洲黑人祖先,并在节庆之外提供更多资讯。
3এটি বিশেষ এক অনুষ্ঠান হিসেবে সেখানে পালন করা হয় এবং বিভিন্ন ঘটনাকে স্মরণ করে এই মাসের অন্য দিনগুলোতেও নানা অনুষ্ঠানসূচি পালন করা হয়ে থাকে।
4বেশ কিছু ব্লগার আফ্রিকা থেকে আসা কৃষ্ণকায় পূর্বপুরুষদের অন্য আরেক দলকে স্মরণ করে তাদের সম্মান জানানোর কিছু প্রকল্প হাতে নিয়েছে এবং এই উৎসবে নতুন তথ্য প্রদান করে তাকে সমৃদ্ধ করছে।
5অ্যান্থনি ওটেরো একজন পুর্য়োটো রিকো ও ইকুয়ডরিয় ব্লগার, যিনি সিয়ারাকিউজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। তিনি তার ব্লগ ইনসাইড মাই হেড এ লিখেছেন:波多黎各/厄瓜多尔博客Anthony Otero目前在Syracuse大学任职,他在Inside My Head博客写道:
6এই মাসের দিকে তাকানোর ক্ষেত্রে আমি সময় নিচ্ছি, সাধারণত আমরা আফ্রিকান-আমেরিকানদের দিকে মনোযোগ প্রদান করি।认真看待这个月时,多数人通常都聚焦于非裔美国人,不过我期望大家能扩大格局,包括非裔拉丁美洲人在内。
7তবে আমি দেখতে চাই যে, এই ইতিহাস আবিষ্কারের ক্ষেত্রে আমরা আফ্রো-ল্যাটিনো বা ল্যাটিন আমেরিকার যারা কৃষ্ণাঙ্গ মানুষ তাদের দিকে মনোযোগ দিচ্ছি।
8আফ্রো-ল্যাটিনো বা আফ্রো-ল্যাটিন আমেরিকান পদটি দক্ষিণ আমেরিকার সেই সমস্ত নাগরিকদের কথা উল্লেখ করে যাদের পূর্বপুরুষ আফ্রিকা থেকে এসেছে।
9এই অঞ্চলে এদের সংখ্যা প্রায় ১০ থেকে ১৫ কোটি। আমেরিকার বিভিন্ন দেশে আফ্রো ল্যাটিনোর সংখ্যা কত তা এখানে দেখুন।所谓「非裔拉美人」是指具非洲黑人背景的拉美民众,据估计总人数约1亿至1.
10আরেকটি নাম আফ্রো-ল্যাটিনোরা নিজেরাই নিজেদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, তা হল ল্যাটিনিগ্রো/গ্রা। স্প্যানিশ ভাষায় নিগ্রো মানে কালো।5亿,美洲非裔拉美人口数据请见此;许多自认是非裔拉美人的民众亦会使用「Latinegro/a」一词自称,「negro」在西班牙文即指「黑」。
11ব্লগার বিয়াঙ্কা লুয়ারেয়ানো ও অধ্যাপক.Anthony Otero与Bianca Laureano及Prof.
12সুসুরোর সাথে মিলে অটেরো ল্যাটিনেগার@ টামব্লার ব্লগ চালু করেছেন। এর লক্ষ্য:Susurro共同成立Latinegr@博客,使命是:
13আমাদের অনেকের লক্ষ্য কালো মানুষদের ইতিহাসের মাসকে আরো নিবিড়ভাবে সম্প্রসারণ করা, নিজেদের ল্যাটিনেগ@স, আফ্রো ল্যাটিনো এবং আফ্রো ক্যারিবিয় হিসেবে আবিষ্কার করা।
14যে সমস্ত লোক নিজেদের আফ্রিকার ঐতিহ্য এবং ইতিহাসের মধ্যে আবিষ্কার করে, সেই আমরা প্রায়শ:ই যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে পড়ি, সেটি কালোদের ইতিহাস বা ল্যাটিনোদের ইতিহাস যেটাই হোক না কেন (১৫ সেপ্টম্বর-১৫অক্টোবর), ল্যাটিনিগরো@সদের সম্মান ও তাদের চিহ্নিতকরণের জন্য এ বছর নিগ্রো ও ল্যাটিনো ইতিহাসের মাসে আমাদের সাথে যোগ দিন। আমরা কালো, ল্যাটিনো এবং আমরা ক্যারিবিয় এলাকা থেকে আসা।我们几个人自认是非裔拉美人及非裔加勒比海人,希望能扩大「黑人历史月」的包容性,我们认同非洲遗产与历史,却常排除在美 国历史 之外,无论是「黑人历史月」与「拉美历史月」(9月15日至10月15日)皆然,请在今年这两项活动里,与我们一同荣耀及认同非裔拉美人,我们是来自拉美 及加勒比海的黑人,我们也有代表性!
15আমরা তাদের প্রতিনিধিত্ব করি! এছাড়াও লুয়ারেয়ানো বর্ণনা করছে ভিভির ল্যাটিনো ব্লগে কি ভাবে এই প্রকল্প জীবন্ত হয়ে উঠল:Bianca Laureano亦在Vivir Latino博客说明计划如何诞生:
16এর শুরু এ ভাবে, আমি ল্যাটিনিগরো@সের কয়েকজনের তালিকা পোস্ট করি যা ২০১০ সালের জন্য করা হয়েছিল। আমি লেখক এবং কবি অ্যান্থনির সাথে কথা বলা শুরু করি, কেন আমাদের অনেকে আমাদের ইতিহাস ও কি ভাবে আমরা সেখান থেকে মুছে গেলাম সে সম্বন্ধে জানে না।一切源于我先前列出「2010年值得注意的非裔拉美人」名单,我和作家兼诗人Anthony Otero讨论,为何许多人不知道自己的历史,我们如何受到忽略,以及认同及代表的需求,我们决定自己在网络上成立虚拟计划,并创造共同空间来讨论、投入及产出知识。
17তারা জানে না আমাদের পরিচয় এবং প্রতিনিধিত্বের কতটা প্রয়োজন।Schomburg照片来自Wikimedia Commons
18আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা ভার্চুয়াল বা নেটে এক প্রকল্প তৈরি করবো যা হবে অনলাইনে আমাদের নিজস্ব এলাকা। একই সাথে এই সম্প্রদায়ের আলোচনা, যুক্ততা ও জ্ঞানকাণ্ড তৈরির জন্য আমরা একটা জায়গা তৈরি করবো।她先前已列出2010年值得注意的非裔拉美人名单,Efrain Ortiz, Jr.等博客亦提供各国重要非裔拉美人的资讯,例如提到波多黎各史学家、作家兼社会运动者Arturo Alfonso Schomburg,他在19世纪末、20世纪初协助研究其他非裔拉美人的重要贡献。
19স্কোমবার্গের ছবি, উইকিমিডিয়া কমন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।校对:Soup
20ভদ্রমহিলা ইতোমধ্যে কয়েকজন আফ্রো-ল্যাটিনোর তালিকা তৈরি করেছেন ২০১০ সালে যারা অনেকের মনোযোগ আকর্ষণ করবে এবং এফরেইন অর্টিজ.
21জুনিয়রের মত ব্লগার গুরুত্বপূর্ণ কিছু আফ্রো-ল্যাটিনোদের নিজেদের দেশের নাম সহ তালিকা তৈরি করেছে।
22যেমন উদাহরণ হিসেবে বলা যায়, অর্টিজ লিখেছেন অর্টুরো আলফান্সো স্কোমবার্গ সম্বন্ধে, তিনি পুর্য়োটো রিকোর এক ইতিহাসবিদ, লেখক এবং অ্যাক্টিভিস্ট, যিনি অন্য আফ্রো-ল্যাটিনোদের উপর গবেষণা করেছেন, যার মধ্যে রয়েছে ১৯ শতক ও ২০ শতকের শুরুতে আফ্রো-ল্যাটিনোদের অবদান বিষয়ক গবেষণা।