# | ben | zhs |
---|
1 | দক্ষিণপূর্ব এশিয়ার তিন চাকার যান | 东南亚的三轮车 |
2 | টুকটুক, বেকা, কুলিগিলিগ, ট্রাইশো, পেডিক্যাব, বেচাক, ট্রাইসাইকেল, এগুলো হচ্ছে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের বিখ্যাত সব তিন চাকার যান। | 嘟嘟车 (Tuktuk)、Beca、电动三轮车 (Kuliglig)、Trishaw、Pedicab、Becak、三轮车 (Tricycle)。 |
3 | এগুলোকে এখানকার শহরের রাস্তা দেখা যায়, কিন্তু এই সমস্ত এলাকার সরকার সমূহ এখন শহরের প্রধান প্রধান রাস্তায় এই অদ্বিতীয় তিন চাকার যান (পেডিক্যাব) এবং যন্ত্র চালিত রিকশা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। | 这些都是在东南亚区域著名且普遍的三轮车。 您可以在市中心的街道上看到它们的踪迹,但政府正试着禁止这些普遍的三轮车和机动人力车行驶于交通要道上。 |
4 | ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনের রাস্তায় ব্যাগ ছিনতাই প্রতিরোধক সহ সজ্জিত টুকটুক। | 于柬埔寨金边,嘟嘟车配备有防护网,以免包包被抢。 |
5 | ছবি ক্যাসি নেলসনের | 照片由凯赛. |
6 | ক্যাম্বোডিয়ার কাম্পাট নামক এলাকায় টুকটুকে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। | 奈尔森 (Casey Nelson) 所摄 |
7 | ছবি টেল ফ্রম এন এক্সপ্যাট-এর। | 于柬埔寨贡布,嘟嘟车上的牛。 |
8 | বৃষ্টির হাত থেকে টুকটুককে রক্ষার জন্য বিশেষ আচ্ছাদন। | 照片由外籍人士泰尔斯 (Tales) 所摄 |
9 | ছবি অনুরাধাক-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া। | 雨天时,嘟嘟车的防雨设备。 |
10 | সিসি লাইসেন্স-এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | 照片取自 anuradhac 的 Flickr 页面,依 CC 授权使用 |
11 | থাইল্যান্ডের টুকটুক। | 泰国的嘟嘟车。 |
12 | ছবি ব্লু ফানিজ-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া। | 照片取自 Blue Funnies 的 Flickr 页面,依 CC 授权使用 |
13 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 寮国的嘟嘟车。 |
14 | লাওসের টুকটুক, ছবি লুলুক-এর ফ্লিকারের পাতা থেকে নেওয়া। | 照片取自 Luluk 的 Flickr 页面,依 CC 授权使用 |
15 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 马尼拉的电动三轮车或机动三轮车。 |
16 | ম্যানিলার কুলিগিলিগ বা যান্ত্রিক তিন চাকার যান, ছবি জিনো. মেমপিন-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। | 照片取自 gino.mempin 的 Flickr 页面,依 CC 授权使用 |
17 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 马尼拉市政府要求电动三轮车从街上全数撤离。 |
18 | ম্যানিলার পৌর কর্তৃপক্ষ এখন শহরের রাস্তা থেকে কুলিগিলিগ উঠিয়ে দিতে চায়। | 照片取自 Siopao Master 的 Flickr 页面,依 CC 授权使用 |
19 | ছবি সিওপাও মাস্টার-এর। | 菲律宾杜马盖地的三轮车。 |
20 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 照片由作者所摄 |
21 | ফিলিপাইনসের ডুমাগুয়েটার তিন চাক্কার যান। | 为了适应菲律宾帕加迪安的丘陵地形而改造的工程三轮车。 |
22 | ছবি লেখকের। | 照片由作者所摄 |
23 | ফিলিপাইনসের পাগাডন নামক পাহাড়ি এলাকার জন্য বিশেষ প্রযুক্তির তিন চাকার যান। ছবি লেখকের। | 泰国制造的 电子嘟嘟车 (E-Tuktuk) 零件近期内即将运送至欧洲。 |
24 | ই-টুকটুক, যার খুচরা যন্ত্রাংশ থাইল্যান্ডে তৈরি হচ্ছে, শীঘ্রই তা ইউরোপে এসে হাজির হবে। | 在此同时,E-Trike 也于去年在菲律宾正式上路。 |
25 | এদিকে গত বছর ফিলিপাইনস-এ, ই-ট্রাইক নামক তিন চাকার যান চালু করা হয়েছে। | 他们使用锂离子电池,这种电池已广泛使用于手提电脑和行动电话上。 |
26 | নিচে ফিলিপাইনস-এর ডাভাও সিটিতে চালু হওয়া ই-টুকটুক- এর ছবি, যা জীবাশ্ম জ্বালনি ব্যবহার-এর পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্য চালু করা হয়েছে। | 下图即为 E-Trike,位于菲律宾南部的达沃市,为了减少使用化石燃料而极力推广: |
27 | ছবি কার্লোস মানলুপিগের | 照片由卡洛斯. |
28 | মালয়েশিয়ার পেনাং-র ভ্রমণ করার সময় জান শিম, বেকা বা রিকশায় চড়েছেন, | 麦路皮 (Karlos Manlupig) 所摄 |
29 | পেনাং দেখার বেশ কয়েকটি উপায় রয়েছে, আর এর মধ্যে কৌতূহল জনক এক উপায় হচ্ছে তিন চাকার যানে করে ঘোরা, যা স্থানীয়ভাবে বেকা বা রিকশা নামে পরিচিত। | 詹信 (Jan Shim) 游览马来西亚槟城时搭乘 Beca 或人力车,他写道: |
30 | এটা পরিবহনের একটা ভালো উপায় , যার মধ্যে দিয়ে ফেরির যাত্রীরা অবসরে শান্তি মত পেনাং-এর রাস্তায় ঘুরে সময় কাটাতে পারে। | 有无数种方法参观槟城,其中最有趣的方法就属搭一趟 trishaw。 在当地也被广泛称为 beca 或人力车,表现出运输工具的雅致,以悠闲的步调载着乘客穿过槟城的大街小巷。 |
31 | মালয়েশিয়া সাইকেল রিকশা (মালয় ভাষায় বেকা) ক্রমশ পায়ে টানা রিকশার জায়গায় দখল করে নিচ্ছে। | 在马来西亚,由人徒步拉的人力车渐渐被踏轮人力车 (马来语为 beca) 取代。 |
32 | দ্রুত শহরায়ণ, ৭০ -এর দশকে সাইকেল রিকশা শহরগুলোতে একচেটিয়া ভাবে চলত। | 1970 年代,踏轮人力车就已普及于各大城市。 |
33 | এরপর থেকে দ্রুত শহরায়ণ-এর ফলে আরো কার্যকর গণ পরিবহনের দাবী বাড়তে থাকে, যার ফলে সাইকেল রিকশার পরিমাণ ক্রমশ কমতে থাকে। | 从那时开始,快速的都市化促使更有效率的大众运输工具需求增加,也导致踏轮人力车的数量缩减。 |
34 | আজকের দিনে মূলত পর্যটন এলাকাগুলোতে পায়ে টানা রিকশা দেখা, যা পর্যটকদের আকর্ষণ করার জন্য চলছে, মালাক্কা, পেনাং, কেলানতান এবং তেরেংগানু এলাকায় এগুলো দেখা যায়। ইন্দোনেশিয়ার বেকাক। | 如今,踏轮人力车多作 为吸引旅客的特色活动来营运,仅有少量的人力车在马六甲、槟城、吉兰丹和登嘉楼活动。 |
35 | ছবি অরজিনাল নোমাডের ফ্লিকারের পাতা থেকে নেওয়া। সিসি লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে | 照片取自 Original Nomad 的 Flickr 页面,依 CC 授权使用 |
36 | এম-এক্সপ্লোরার ইন্দোনেশিয়ার সিয়ানতার শহরের প্রাচীন মোটর সাইকেল পেডিক্যাব সিয়ানতার সম্বন্ধে লিখেছে। | M-Explorer 描写有关先达 (Siantar) 的三轮车 Pedicab Siantar,是在印尼先达市出现的古董摩托车。 |
37 | এডউইন ইন্দোনেশিয়ার এক আলাদা রকমের পেডিক্যাব সম্বন্ধে লিখেছে। | Edwin 描述这个印尼独有的三轮车设计。 |
38 | এনচ্যান্টিং ইডেন উল্লেখ করেছে যে আধুনিক যান এসে বেকা নামক যানটিকে হটিয়ে দিচ্ছে। | Enchanting Eden 注意到 Becaks 正被现代车辆所取代: |
39 | যখন বেকা শহরে আগমন ঘটে তখন এগুলো ছিল খুব আলাদা এক ধরনের যান, এ কারণে দ্বীপরাষ্ট্রের শহরের পৌরসভাগুলো এগুলোর পুরোনো অবস্থা এবং অমানবিক প্রকৃতির দেখে এগুলোকে নিষিদ্ধ করে, তার বদলে থাইল্যান্ডের টুকটুকের মত যান্ত্রিক ট্রাইকস চালু করে। | Becak 很快的成了稀有品,跨群岛的市政府因其陈旧且不人道的营运本质而下禁令,以类似于泰国嘟嘟车的机动三轮车取而代之。 |
40 | এটা একটা পরিহাসের বিষয় যে যখন ইন্দোনেশিয়া এই ঘটনা ঘটেছে তখন বাকী বিশ্ব, বিশেষ করে উন্নত দেশসমূহে “ পরিবেশ বান্ধব যুক্ত যে কোন কিছু গ্রহণ করেছে, তারা নতুন করে ভিন্ন চেহারার পেডিক্যাব গ্রহণ করছে। | 在印尼执行此禁令的同时-这样说颇为讽刺-但在世界其他各国,特别是追求任何标榜着“绿色替代XXX”的先进国家,正接二连三的重新推出三轮车。 校对:Portnoy |