Sentence alignment for gv-ben-20101130-13651.xml (html) - gv-zhs-20100905-6095.xml (html)

#benzhs
1মিশর: পুলিশের নির্যাতন, নির্মম কাজের জবাবদিহিতা দাবীর জন্য প্রযুক্তির ব্যবহার埃及:运用科技揭发员警施暴
2জরুরী আইন নামক এক দুর্ভাগ্যজনক আইন দেশটিতে ব্যক্তিগত অধিকার হরণ করেছে এবং নিরাপত্তারক্ষীদের বেআইনিভাবে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ এবং অনভিপ্রেত দৃষ্টিভঙ্গি প্রদান করার কারণে যে কাউকে বিচারের সম্মুখীন করার মত অসীম ক্ষমতা প্রদান করেছে।
3পুলিশের দ্বারা সৃষ্টি অনৈতিক নির্মমতা এবং অত্যাচারের ঘটনা প্রায়শই কোন শাস্তি গ্রহণ ছাড়াই পার পেয়ে যায়।
4কিন্তু মিশরীয় ব্লগার এবং প্রযুক্তিবিদ তরুণরা কিন্ত এর বিরুদ্ধে অলস ভাবে বসে নেই। ইজিপ্ট ব্লগের সৌজন্যে পাওয়া পুলিশের নির্মমতার ছবি।由于埃及实施紧急法,让个人权利遭到限缩,也让安全人员获得无限权力,能非法逮捕、侦讯与迫害任何看法不同的民众,警方施暴或虐待大多能逍遥法外,但埃及博客与熟悉科技的年轻人并不想对现况束手无策。
5ক্রিয়েটিভ কমন্স ২. ৫ এনসি-এনডি লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে照片记录警方暴行,由Torture in Egypt博客提供,依据创用CC2.
6টর্চার ইন ইজিপ্ট ব্লগ মিশরীয় নাগরিকদের জন্য একটি মাধ্যম (হাব) হিসেবে ব্যবহৃত হয় এবং এটি অত্যাচার এবং পুলিশের নির্মমতার মত বিষয়গুলোকে তুলে ধরার উদ্যোগ নেয়।
7তারা তাজা খবর এবং সংবাদ, ভিডিও, ঘটনার স্বীকার ব্যক্তির স্বাক্ষ্য, কোর্টের রেকর্ড, ঘটনার তথ্য, বেসরকারি প্রতিষ্ঠানের বিবৃতি, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার স্বীকারোক্তি, এই এই সমস্ত বিষয়ে যে সব বই এবং কাগজপত্র তৈরি হয় সেগুলোর প্রকাশ করে।
8এছাড়াও তারা যে কোন ধরনের মানবাধিকার গবেষণা এবং কর্মীকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং তাদের তারা সেই সমস্ত উপাত্ত সরবরাহ করে যা তাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রদান করে।
9সম্প্রতি ঘটা এক বেদনাদায়ক ঘটনার পরিসমাপ্তি হয় খালেদ সাইদের মৃত্যুর মধ্যে দিয়ে। খালেদ এক মিশরীয় নাগরিক।5 NC-ND授权使用
10আলেকজান্দ্রিয়ার দুই পুলিশ কর্মকর্তা তাকে প্রহারের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে। এই ঘটনায় মিশরীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং অনলাইনে প্রচণ্ড সংগঠিত হয়ে তারা দাবী করে খালেদের খুনীদের এই কাজের দায়ভার নিতে হবে।Torture in Egypt集结许多关注警方施暴及虐待问题的民众及计划,提供最新消息与报导、影片、受害者证词、法庭记录、案件文书、非政府组织声明、退休高阶警官自白,也连结至相关书籍及研究,亦协助任何人权研究者及社运人士,提供各项资源。
11ব্লগাররা এই বিষয়ে ডজন খানেকের বেশী পোস্ট লিখেছে এবং এই ঘটনার প্রতিবাদে ফেসবুকে একটি পাতা সৃষ্টি করা হয়েছে এবং টুইটার ব্যবহারকারীরা সচেতনতা তৈরির জন্য সাইদের নাম টুইটারের একটি ধারা হিসেবে উঠিয়ে আনার চেষ্টা করছে।
12বেশ কয়েকজন প্রতিবাদকারী সংগঠিত হয়েছে যার মধ্যে ন্যায় বিচার চেয়ে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নীরব প্রতিবাদের আয়োজন। এই বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দলের অবস্থান থেকে বিবৃতি দিতে বাধ্য করেছে।最近又发生一起悲剧,埃及民众沙伊德(Khalid Saeed)在亚历山卓遭两名员警殴打致死,舆论哗然,在网络上串连要求凶手为此负责,博客撰写诸多文章、成立Facebook群组,Twitter用户也试图让沙伊德的名字成为网站热门话题,藉以吸引更多人注意,民众亦发动多次抗争,包括在内政部外以沉默抗争要求公道,也迫使各政党以声明表态,许多博客至少仍张贴贴纸或讯息,提醒读者,人人都可能是下一个沙伊德。
13অনেক ব্লগ এখনো এই ব্যানার বহন করেছে যে, তাদের যে কেউ পরবর্তীতে খালেদ সাইদে পরিণত হতে পারে।
14মিশর ডিজিটালের ব্লগার এবং কর্মী ওয়েল আব্বাস। পুলিশ কর্মকর্তারা সাইদের উপর যে অত্যাচার করেছে তার ভিডিও প্রকাশ করে তিনি সুনাম অর্জন করেন।博客Wael Abbas推动成立Misr Digital, 先前因为公布警方施虐外流影片而成名,影片部分内容相当残暴,他也会拍摄首都开罗街头暴行,即时上传至网络,亦常刊登揭发贪腐或伪造的文件及图片,他因此 获颁多个国际奖项,也接受半岛电视台及英国广播公司访问,最近更获《Arabian Business》杂志选为阿拉伯影响力百大人物。
15তবে স্বভাবতই এর কয়েকটা বেশ বীভৎস।施虐事件互动地图
16এছাড়াও আব্বাস কায়রোর রাস্তায় করা সরাসরি প্রতিবাদের দৃশ্য তুলে ধরেছেন।
17প্রায়শই তিনি তথ্য এবং ছবি প্রকাশ করেন, বিশেষ করে দুর্নীতি এবং প্রতারণার মত অপরাধের। তার কাজ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে এবং তিনি আল জাজিরা এবং বিবিসির টিভিতে উপস্থিতি হয়েছেন।其他运用科技成功案例包括名为Piggidpedia موسوعة الجلادين的Flickr相片集,其中包括逾250张员警照片,其中有些遭指控侵害人权,这个群组管理员包括多位埃及博客,所有照片与内容均开放大众浏览;Torturemap.info制作互动地图,呈现埃及各地施虐事件记录,也开放使用者通报新事件,希望以视觉反映事态严重性,也让人更容易瞭解埃及各个地点或城市出现哪些员警虐待及暴力问题。
18সম্প্রতি আরব বিজনেস ম্যাগাজিন পত্রিকা তাকে আরবের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হিসেবে বিবেচিত করছে।这些博客、社运人士与科技专家都使用开放工具与网络服务,在国际上揭发埃及政府的可耻行为,也向政府施压,要求拿出解决办法,无论是在中东与北非地区或全世界,都做为组织与个人推动资讯透明及责信的典范。
19ইন্টারঅ্যাকটিভ টর্চার ম্যাপ (নির্যাতনের সক্রিয় মানচিত্র)校对:Soup
20আন্তর্জাতিক ভাবে মিশরীয় সরকারকে বিব্রত করার জন্য এই সমস্ত ব্লগার, একটিভিস্ট এবং প্রযুক্তিবিদ বিনে পয়সায় পাওয়া সকল টুলস বা উপাদান এবং অনলাইন সেবা ব্যবহার করছে এবং যে সমস্ত ব্যক্তি এই রকম অত্যাচার করে, সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য চাপ প্রদান করে।
21এই সমস্ত কর্মের মাধ্যমে তারা সংগঠন এবং ব্যক্তির কাজের মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলের স্বচ্ছতা এবং জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।