# | ben | zhs |
---|
1 | আদিবাসী সম্প্রচারকদের জন্যে নরওয়ের প্রথম সাংবাদিকতা পুরস্কার | 挪威主办首届原住民族新闻奖 |
2 | এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ। | 挪威是诺贝尔和平奖的主办国人人皆知。 |
3 | নরওয়ে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্যে ব্যাপকভাবে পরিচিত। | 这个斯堪的纳维亚北国将在2012年3月29日举办首届世界原住民族电视广电网(WITBN)新闻奖颁奖典礼,一个很重要但鲜为人知的新闻奖项。 |
4 | এমাসের ২৯শে মার্চ, ২০১২ এই স্ক্যান্ডিনেভীয় দেশটি আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগের কাছে অপরিচিত বিশ্ব আদিবাসী টেলিভিশন সম্প্রচার নেটওয়ার্ক (ডাব্লিউআইটিবিএন)-এর জন্যে সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে। | WITBN原住民新闻奖(2012 WIJA)深度报导类共24件参赛作品中,选出9件进入决赛。 |
5 | ডাব্লিউআইটিবিএন-এর আদিবাসী সাংবাদিকতা পুরস্কার (২০১২ ডাব্লিউআইজেএ)-এর বিস্তারিত প্রতিবেদন বিভাগে ২৪টি অন্তর্ভূক্তি থেকে চূড়ান্ত নয়জনকে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানটি হবে নরওয়ের সাপমি এলাকার কাউতোকিনোতে। | 颁奖典礼将在挪威萨米区(Sápmi)的考托开诺镇(Kautokeino)举行。 |
6 | ডাব্লিউআইজেএ-এর আনুষ্ঠানিক ঘোষণাটি ব্যাখ্যা করেছে: | WIJA的官方宣布: |
7 | ২০১২ ডাব্লিউআইজেএ হলো আদিবাসী দৃষ্টিভঙ্গী উপস্থাপন করা জন্যে নিবেদিত টেলিভিশন এবং অডিওভিজুয়াল মিডিয়ার প্রথম আন্তর্জাতিক আদিবাসী সাংবাদিকতা পুরস্কার। | 2012 WIJA是第一个透过电视和广播媒体专注于呈现原住民族观点的国际性原住民族新闻奖。 |
8 | সাংবাদিকতার মান ও নৈতিকতা এই সম্মাননার মূল। এই পুরস্কার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক গল্পগুলোতে বিশেষভাবে আদিবাসী দৃষ্টিভঙ্গী অন্বেষণ করে। | 此项荣誉同时表彰对新闻专业性和族群性,特别关注那些对地方、国家和国际上有影响力之反映原住民观点的报导。 |
9 | এই ভিডিওটি উন্নত বিভিন্ন দেশ যেমন তাইওয়ান, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাস্ট্রের আদিবাসী নেটওয়ার্কের ২০১২-এর চূড়ান্ত প্রতিযোগীদের দেখাচ্ছে। | 这个影片呈现了原住民族网中选出的2012年决赛名单,包含已开发国家如台湾、澳洲、挪威、加拿大、纽西兰和美国等。 |
10 | মনোনয়ন পাওয়া এওটেরোয়া নিউজিল্যান্ডের মাওরি টেলিভিশনের একটি অনুষ্ঠান কখনো সখনো রিপোর্ট করা রাপানুই এক্টিভিস্টদের প্রতিবাদ কভার করেছে যার নাম দেয়া উচিৎ “ঈস্টার দ্বীপ দখল কর” (মার্কিন যুক্তরাস্ট্রের ‘দখল কর' আন্দোলনের একবছর আগে শুরু হওয়া)। রাপানুই এক্টিভিস্টরা আদিবাসী অধিকারের স্বীকৃতির দাবিতে এবং দখলের অন্যায্যতা বুঝিয়ে দেয়ার জন্যে ছয়মাস ধরে একটি সরকারী মালিকানাধীন হোটেল দখল করে রেখেছিল। | 来自纽西兰毛利电视台获提名的节目之一,名为”占领复活节岛”(比美国的占领抗议活动还要早一年开始),是一项鲜少被报导的抗议活动,由拉帕努伊岛社运人士发起,占领了公营的饭店长达半年之久,以求对原住民权利的重视,也显示了职业的不公性。 |
11 | আমরা আমাদের ভূমির জন্যে মরতে প্রস্তুত, নিউজিল্যান্ডের মাওরি টেলিভিশন সম্প্রচারিত অনুষ্ঠানে রাপানুই এক্টিভিস্টরা বলেছে। | 在纽西兰毛利电视的节目中,拉帕努伊岛社运人士说,为了捍卫我们的土地,我们不惜一死。 |
12 | ঈস্টার দ্বীপ (অথবা রাপা নুই) এমন একটি স্থান যেখানে উপনিবেশবাদ আদিবাসী জনগণকে সেখানকার ছোট্ট একটি কোণায় ঠেলে দিয়েছে এবং পর্যটন একটি ঝুঁকি পূর্ণ অর্থনীতি তৈরী করেছে। | 复活节岛(或称拉帕努伊岛)因殖民化迫使原住民人口迁至岛上的小角落,观光带来不能永续经营的经济。 |
13 | সারা বিশ্বে আদিবাসী জনগণের বেঁচে থাকা এবং সংস্কৃতি টিকিয়ে রাখার আন্দোলন গুলো টেকসই সমস্যাসংকুল। | 而永续性也是全球原住民族为努力生存和保存其文化时,普遍所面临到的问题。 |
14 | কমিউনিটির অধিকার এগিয়ে নিয়ে যেতে সম্প্রচার সাংবাদিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আদিবাসীদের এক ধাপ অগ্রসর করে দিবে। | 原住民族群利用新闻广播和现代科技来推广他们社群的权利,是向前迈进的一大步。 |
15 | চূড়ান্ত প্রতিযোগীদের এবং তাদের অনুষ্ঠান সম্পর্কে আরো পড়ুন এখানে। | 更多有关决赛名单的节目,请看这里。 |