Sentence alignment for gv-ben-20090518-3080.xml (html) - gv-zhs-20090516-2678.xml (html)

#benzhs
1ইরান: আহমাদিনেজাদের সমর্থকরা অনলাইনে তৃণমূল পর্যায়ের প্রচারণা শুরু করেছে伊朗:现任总统支持者发动网络选战
2ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী জুনের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে নাম লিখিয়েছেন।
3তার প্রতিদ্বন্দ্বীদের মতো তিনিও অপেক্ষা করছেন কাউন্সিল অফ গার্ডিয়ানদের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহনের অফিসিয়াল সম্মতির জন্য। এরই মধ্যে আহমাদিনেজাদের সমর্থকরা দার এমতেদাদ মেহর নামে (মানে, ‘দয়াশীলতাকে অনুসরন করা') একটি মাল্টি মিডিয়া প্রচারণা শুরু করেছেন যা সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, ফেসবুক আর অন্যান্য অনলাইন মিডিয়াতে প্রচারিত হচ্ছে।伊朗现任总统阿曼尼内贾德(Mahmoud Ahmadinejad)已登记参与六月总统选举,他和其他对手一样,都得等待「护国会议」(Council of Guardians)批准许可,才能正式成为候选人,他的支持者则发起「跟随贤者」(Dar Emtedad Mehr)多媒体活动,涵盖Twitter、Facebook等社会网络网站及其他网络媒体。
4নির্মাতাদের সম্পর্কে কোন তথ্য সাইটে নেই তাই এটা কারা সৃষ্টি করেছেন তাদের আসল পরিচয় অজানা, কিন্তু যে ৮০টি ব্লগ আহমাদিনেজাদকে সমর্থন করে তাদের নাম স্পষ্টভাবে দেয়া আছে।网站内并无「关于我们」的页面,故创立网站者的真实身分并不清楚,倒是支持阿曼尼内贾德的80个博客都列在显著位置,网站互动功能很强,提供支持者各种机会参与选战及获取资讯。
5ওয়েবসাইটটি খুবই সক্রিয় আর আহমাদিনেজাদের সমর্থকদের নানা ধরনের সুযোগ দেয় প্রচারণায় অংশগ্রহনের আর তথ্য পাওয়ার।网站透过Twitter、Facebook或手机简讯,提供总统演说及YouTube访问行程画面,不过目前追踪该帐号Twitter的人数不到15人。
6এই সাইট ইউটিউবে আপলোড করা আহমাদিনেজাদের ভাষণের ভিডিও আর বিভিন্ন শহরে তার ভ্রমণ সম্পর্কে আপডেট করছে টুইটার, ফেসবুক বা এসএমএস বার্তার মাধ্যমে। এই পর্যন্ত ১৫ জনের কম দার এমতেদাদ মেহর এর টুইটারের প্রচারণা ‘অনুসরণ' করেছেন।网站上有些影片相当煽情,还搭配有背景音乐,例如阿曼尼内贾德访视Ardebil地区一家贫户的片段,我们从中得知,这户人家的父亲仍因两伊战争的旧伤所苦。
7এই সাইটের কিছু ভিডিও বাজনা দিয়ে খুবই আবেগপূর্ন করা হয়েছে, যেমন একটা যেখানে আহমাদিনেজাদ আরদাবিলে গরিব এক পরিবারের কাছে গিয়েছেন।网站邀请支持者一同参与选战,包括传送手机简讯、拨打电话及亲身参与竞选活动。
8ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই পরিবারের বাবা এখনো ইরান- ইরাক যুদ্ধ থেকে প্রাপ্ত ক্ষতের কারনে ভুগছেন।志工若希望参与基层活动,也可以填写表格,参与校园、清真寺或公共场所的竞选场合。
9আহমাদিনেজাদের সমর্থকদের আহ্বান জানানো হয়েছে এই প্রচারণায় অংশগ্রহনের জন্য এসএমএস বার্তা পাঠিয়ে, ফোন করে আর প্রচারণার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে।网站亦欢迎博客将阿曼尼内贾德的竞选标志置于博客中。
10স্বেচ্ছাসেবক যারা তৃণমূল পর্যায়ে অংশগ্রহন করতে চান তারা একটা ফর্ম ভরে দিতে পারেন যেখানে তিনটা জায়গার মধ্যে তারা বেছে নেবেন কোথায় তারা আহমাদিনেজাদের প্রার্থীতার জন্য প্রচারণা করবেন: ১) স্কুল, ২) মসজিদ এবং ৩) জনবহুল জায়গা।
11ব্লগারদেরকেও আমন্ত্রণ করা হয়েছে আহমাদিনেজাদের নির্বাচনের প্রতীক তাদের ব্লগে দেয়ার জন্য।相较于支持者在不同网络空间活动频繁,总统本人倒是已约一年未更新个人博客。
12যখন আহমাদিনেজাদের সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়ে উঠছেন, ইরানী প্রেসিডেন্ট তার নিজের ব্লগ প্রায় এক বছর যাবত আপডেট করেননি।校对:Soup