# | ben | zhs |
---|
1 | কে বহন করছে রুশ অলিম্পিকের খরচ ? একটি করাতের মাস্কট সহকারে সোচি গেমসের ফটোশপড লোগো। | 俄罗斯冬季奥运谁买单? |
2 | রাশিয়াতে “করাতে কাটা” বলতে “আত্মসাৎ” করা বোঝায়। | 计算机合成有锯子吉祥物的索契冬运标志。 |
3 | ছবিটি অজ্ঞাত কেউ একজন অনলাইনে পোস্ট করেছেন। সোচি অলিম্পিকের প্রস্তুতিকে বাঁধাগ্রস্ত করতে দুর্নীতি নিয়ে দোষারোপ চলছেই। | 俄语中「锯」有「侵吞」的意思。 |
4 | যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানের আগে আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে, তাই এ নিয়ে উদ্বেগ বেড়েই যাচ্ছে। | 图片来自网络,原作者不明。 |
5 | যে স্টেডিয়ামটিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, গুজব শোনা যাচ্ছে যে সেখানে এখনো নির্মাণ কাজ চলছে। | 索契冬季奥运的准备工作依然在贪腐的指控下进行,距开幕只剩两星期,各种疑虑还在增加。 |
6 | সাংবাদিকগণ যারা ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছেন তারা অভিযোগ করেছেন, বৃষ্টি এবং কর্দমাক্ত মসৃণ ঢালের কারণে রাস্তাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। | 谣传预定举行开幕典礼的体育馆工程尚未完成,已经抵达当地的记者们抱怨道路被雨水和土石流毁坏。 |
7 | অতিরিক্তরূপে রাশিয়ার জ্বালানী মন্ত্রী আলেকজান্ডার নোভাক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৯ জানুয়ারি তারিখে বলেছেন, পাওয়ার গ্রিড এখনো চালু (যদিও তিনি দাবি করেছিলেন যে এটি ২৫ জানুয়ারি তারিখের মধ্যে সম্পন্ন করা হবে) হয়নি। | 此外俄罗斯的能源部长 Alexander Novak 在一月九日告知总统弗拉基米尔. |
8 | অতঃপর, আন্তর্জাতিক স্কি ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, সোচিতে অলিম্পিক আয়োজনে যে বিপুল পরিমাণ অর্থ (নজিরবিহীনভাবে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করা হয়েছে তা ভবিষ্যতে অলিম্পিক আয়োজনকারী শহরগুলোর জন্য একটি “খারাপ দৃষ্টান্ত” স্থাপন করেছে। | 普丁,电力网格尚无法运转(但他也表示一月廿五日前会完成)。 |
9 | রুশ এই শহরটিতে চলতে থাকা প্রকল্পের সমর্থনে ক্রেমলিন খুব দ্রুত জবাব দিয়েছে। ডেপুটি প্রধান মন্ত্রী দিমিত্রি কোজাককে এই প্রস্তুতি তত্ত্বাবধান করার দায়িত্ব দেয়া হয়েছে। | 同时国际滑雪联盟主席说索契冬季奥林匹克的高昂花费(据传高达五百五十亿)给将来的主办城市树立了「坏榜样」。 |
10 | তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তুতিমূলক কাজ সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোন অভিযোগ নেই। | 克里姆林宫很快为自己辖下的计划辩护。 |
11 | তিনি আরো দাবি করেছেন, সোচিতে [রুশ] আয়োজনের সর্বমোট খরচ তাতারস্তানের কাজানে আয়োজিত গত গ্রীষ্মের ইউনিভারসাইডের এর খরচের চেয়ে কম। প্রেসিডেন্ট পুতিন একটি মনোহারি আক্রমনাত্মক [রুশ] সাক্ষাৎকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। | 负责监督整个筹备过程的副总理 Dmitry Kozak 表示国际奥委会对筹备工作毫无不满,他也表示索契冬奥总花费比去年夏天在鞑靼斯坦共和国喀山举办的世界大学生运动会还低。 |
12 | একটি দলীয় সাক্ষাতকার দেয়ার জন্য বৃটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার টেলিভিশন থেকে আসা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে তিনি এ সাক্ষাৎকারে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। | 普丁总统也决定主动出击,邀请英、美、中及俄罗斯电视台记者作一场集体访问。 |
13 | এই সাক্ষাতকারের সময়ে আমেরিকান সাংবাদিক জর্জ স্টেফানোপুলাস দুর্নীতির গুজব নিয়ে তাকে প্রশ্ন করেছেন। পুতিন দক্ষতার সাথে প্রশ্নটি এড়িয়ে গেছেন। | 访问中美国记者 George Stephanopoulos 提到贪腐的传闻,普丁巧妙的转移了话题。 |
14 | তিনি প্রথমে বলেছেন, প্রচার মাধ্যম ইচ্ছাকৃতভাবে রাশিয়াকে অভিযুক্ত করে আইএসএফ প্রেসিডেন্টের দেয়া বিবৃতির ভুল ব্যাখ্যা দিয়েছে। | 他首先表示媒体刻意将国际滑板滑雪委员会主席的发言曲解为指控以增加报纸销量,接着强调自己并未看到贪腐或侵吞公款的证据。 |
15 | পত্রিকাগুলো তাদের পত্রিকার বিক্রি বাড়াতে এমনটি করেছে। | […] 如果任何人有关于索契冬季奥运计划贪腐的确实证据请提出来。 |
16 | তিনি আবারো মত প্রকাশ করে বলেছেন, তিনি দূর্নীতি অথবা অর্থ-আত্মসাতের কোন প্রমাণ পাননিঃ | 我们会很乐意感谢你,并用这些信息重整这里的秩序。 |
17 | […] সোচি অলিম্পিক প্রকল্প বাস্তবায়নের সাথে সংযুক্ত কোন দূর্নীতি সম্পর্কে যদি কারো কাছে কোন সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে সেই বস্তুনিষ্ঠ তথ্য আমাদেরকে দিন। আমরা এতে করে বেশ খুশী হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। | 曾撰写索契贪腐案白皮书,指出超过一半的预算被侵吞的反对党政治人物 Boris Nemtsov 回击: |
18 | এ সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এসব তথ্য ব্যবহার করব। বিরোধীদলীয় রাজনীতিবিদ বোরিস নেমতসভ পূর্বে সোচিতে দূর্নীতি বিষয়ক একটি শ্বেতপত্র [রুশ] লিখেছেন এবং অভিযোগ করেছেন, অলিম্পিকের জন্য রাখা বরাদ্দের অর্ধেকেরও বেশী অর্থ আত্মসাৎ করা হয়েছে। | 要记得冬季奥运主要赞助者是俄罗斯的退休人士、教师、医生和士兵。 |
19 | শ্বেতপত্রটি পুনরায় প্রকাশ করা হয়েছেঃ | 他们为所有的诈欺和窃盗祭典买单。 |
20 | আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে, রাশিয়ার অবসর নেয়া পেনশন প্রাপ্ত জনগণ, শিক্ষক, ডাক্তার এবং সৈনিকগণ হচ্ছে এই অলিম্পিকের আয়োজনের প্রধান বিনিয়োগকারী। | 俄罗斯退休老人 ── 「2014 冬季奥运的赞助者」。 |
21 | এই দন্ডনীয় প্রতারণা এবং এই চুরির উৎসবের জন্য তারা মূল্য পরিশোধ করছে। | 图片来自网络,原作者不明。 |
22 | একজন রুশ পেনশনভুক্ত - “২০১৪ সালের অলিম্পিকের একজন সাধারণ পৃষ্ঠপোষক”। | 普丁主动出击寻求支持的动作也许太弱也太慢了。 |
23 | অনলাইনে অজ্ঞাত একজন ছবিটি পোস্ট করেছেন। হয়তো পুতিনের এই মনোহারি আক্রমনাত্মক [রুশ] পদক্ষেপটি খুব সামান্য হয়ে গেছে বা পদক্ষেপটি নিতে অনেক দেরী হয়ে গেছে। | Nemtsov 的脸书发言已在俄罗斯自己的社群网络 VKontakte 上流传开来。 |
24 | রাশিয়ার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিকোনতাকতের মাধ্যমে নেমতসভের ফেসবুক পোস্টটি ছড়িয়ে [রুশ] পড়েছে। | 页面下方的临时投票问道:「副总理 Kozak 的希望是?」 |
25 | ফেসবুক পাতাটির নিচে একটি প্রত্যুৎপন্ন নির্বাচনের জন্য জিজ্ঞাসা করা হয়েছেঃ “কোজাক [ডেপুটি প্রধানমন্ত্রী] কি প্রত্যাশা করেছেন?” | 将近百分之八十的网友回答 Kozak 希望人民都是无脑白痴。 |
26 | প্রায় শতকরা ৮০ ভাগ লোক উত্তর দিয়েছেন, কোজাক মনে করেন, জনগন বুদ্ধিহীন বোকা। | 校对:Josephine Liu |