# | ben | zhs |
---|
1 | কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও রেকর্ড করেছে | 哥伦比亚:2010年,纪录每天的影像 |
2 | যেমনটা এর আগে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত হয়েছিল, কলম্বিয়ার বেশ কিছু ভিডিও ব্লগার সিদ্ধান্ত নিয়েছিল যে ২০১০ সালে তারা প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে। | 如同全球之声之前的报导,许多哥伦比亚的影音博客决定在2010年,完成每天发布一个影音纪录的任务。 |
3 | যদিও সবগুলো ভিডিওর নির্মাণ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তারপরে তাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়, যারা জুয়ান ফাল্লার (@জুয়ানফাল্লাস্পেন) এই বৈশ্বিক চিন্তাভাবনার সাথে যুক্ত হয়েছিল (গ্লোবাল ভয়েসেস-এর আগের এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে)। | 此项全球性任务由Juan Falla(@juanfallaesp)策划(全球之声之前有介绍过),虽然并不是每个人都完成了这项任务,但重要的是肯定所有参加的博客。 |
4 | জুলিয়ানা মাউরিচিও (@প্রোফেটালোকো) এমন এক ভিডিও ব্লগার, যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং সে এটিকে শেষ করেছে। এই উদ্যেগের ফলাফল টুইটারে পোস্ট করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]। | Julián Mauricio(@Profetaloco)是其中一位参与挑战并完成任务的影音博客,他在推特上发布了任务完成后的成果: |
5 | কলম্বিয়ার যে তিনজন ব্লগার #ভ্লগ৩৬৫ নামক চ্যালেঞ্জকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা হচ্ছে @লুইসাসান্তিয়াগো,@আলেজান্দ্রোএঞ্জেল,@প্রফেটালোকো। | 3个哥伦比亚人决定完成#vlog365大挑战,他们是@luisasantiaga @alejandroangel @profetaloco在2010年间的每日影像纪录 |
6 | তারা [২০১০] সালে প্রতিদিন একটি করে ভিডিও সমাপ্ত করেছে। | 他也分享了他参与过程后的欣慰之感: |
7 | একই সাথে এই ধরনের কাজের প্রক্রিয়ার সাথে যুক্ত হবার ফলে তার যে আত্মতৃপ্তি, তা সে সবাইকে জানাচ্ছে: | 在完成了#VLOG365大挑战后,让我更想制作影音,并在@profetaloco中再纪录一阵子!! |
8 | আমি এই চ্যালেঞ্জ সমাপ্ত করেছি। | 2010是西班牙语影音博客的一年!!! |
9 | #ভ্লগ৩৬৫ আরো ভিডিও তৈরির জন্য উৎসুক হয়ে রয়েছে। | 以下是他在2010年12月18日在哥伦比亚拍摄的卡利城全景的影片: |
10 | এগুলো কিছুক্ষণের জন্য @প্রোফেটালোকোতে থাকবে!!!! | Luisa Santiaga(@Luisasantiaga),来自卡塔赫纳城的每日影音纪录者之一,在她去年最后一段影片中解释这项挑战。 |
11 | ২০১০ সাল ছিল স্প্যানিশ ভাষায় ভিডিও ব্লগের বছর। | 在她的网站Cartagena 365中,Luisa感谢每一个一直关注她的影像纪录的人,并且写下持续纪录影音的愿景: |
12 | এটি ১৮ ডিসেম্বর, ২০১০-এ, তৈরি করা তার এই ভিডিও [স্প্যানিশ ভাষায়], কলম্বিয়ার, কালি নামক এলাকার নৈসর্গিক দৃশ্য তুলে ধরছে। | 谢谢在2010间每一个参与并给予我支持的人,我希望在2011年仍然能有你们的陪伴,因为Cartagena365尚未结束! |
13 | লুইসা সান্তিয়াগো (@লূইসাসান্তিয়াগো), যিনি কার্টাজেনা থেকে তার প্রতিদিনের ভিডিও রেকর্ড করেন। | 所以你们还会再和Luisa Santiaga在一起一段时间,嘿嘿! |
14 | ভদ্রমহিলা তার বছরের শেষ ভিডিওতে তার এই চ্যালেঞ্জের বিষয়টি ব্যাখ্যা করছেন। | Alejandro Angel(@AlejandroAngel)回忆起他在2010年的第一段影片: |
15 | তার ওয়েবসাইট কার্টাজেনা ৩৬৫-এর মাধ্যমে যারা তার ভিডিও দেখেছে, লুইসা তাদের ধন্যবাদ জানিয়েছে [স্প্যানিশ ভাষায়] এবং লুইসা এ আগামীতে আরো ভিডিও নির্মাণের বিষয়টি চালিয়ে যাবার কথা লিখেছেন: ২০১০ সালে আমার সাথে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। | 新的一年,新的生活…曾经的365天…http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #video |
16 | ২০১১ সালেও আমি আপনাদের সঙ্গ আশা করব, কারণ কার্টাজেনা ৩৬৪ শেষ হয়ে যাচ্ছে না। কাজে আপনারা আরো লম্বা সময় ধরে লুইসা সান্তিয়াগোকে পাচ্ছেন। | 就像Luisa Santiaga(@LuisaSantiaga)一样,他选择他的其中一段影片来阐述他透过Alejandro Angel-Proyecto 365这个网站来参加影音博客365天任务(videoblogging initiative Project 365)的挑战。 |
17 | হেহে। আলেজান্দ্রো এঞ্জেল (@আলেজান্দ্রোএঞ্জেল) ২০১০ সালে প্রথম ভিডিও নির্মাণের বিষয়টি স্মরণ করছেন। | 无庸置疑的,影音博客纪录了当地的热门话题,像是:来自哥伦比亚加勒比海区域的鼓及豪雨所造成的洪患(Luisasantiaga)、音乐会首演及一位高中毕业生的话(Profetaloco)和Barranquilla的集雨行动及聆听Taganga岛手风琴或歌手的笔记,这些都是博客们在这一年内所分享的内容。 |
18 | নতুন বছর, নতুন জীবন…. ৩৬৫ দিন আগে……. http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #video | 校对:Portnoy |
19 | লুইসা সান্তিয়াগোর মত (@লূইসাসান্তিয়াগো) সেও, প্রজেক্ট ৩৬৫ ভিডিও ব্লগিং নামক বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটি ভিডিও বেছে নিয়েছেন। | |
20 | আলেজান্দ্রো এঞ্জেল-প্রোভেক্টো ৩৬৫ [স্প্যানিশ ভাষায়] সাইটের মাধ্যমে সে এই সাইটে যোগ দিয়েছে। | |
21 | নিঃসন্দেহে বলা যায়, এই সমস্ত ভিডিও ব্লগ বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে: কলম্বিয়ার ক্যারিবিয়ানদের ড্রামস [স্প্যানিশ ভাষায়] এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা [স্প্যানিশ ভাষায়] (লুইসাসান্তিয়াগো), একটি কনসার্টের পর্যালোচনা [স্প্যানিশ ভাষায়) এবং সাম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা ছাত্রের কথা [স্প্যানিশ ভাষায়] এবং বারানকুইয়াল্লা নামক শহরের বৃষ্টিপাত [স্প্যানিশ ভাষায়] এবং একর্ডিয়ান নামক বাদ্যযন্ত্রের স্বরলিপি [স্প্যানিশ ভাষায়] অথবা ইসলা ডে টাগাঙ্গার গায়কেরা [স্প্যানিশ ভাষায়] (আলেজান্দ্রোএঞ্জেল), হচ্ছে এ রকম কিছু ভিডিও, যা ওই সমস্ত ব্লগারদের কিছু ভিডিও যা সারা বছর ধরে দেখানো হয়েছে। | |