# | ben | zhs |
---|
1 | হংকং-এর বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চীন ইন্টারনেটে প্রদর্শন বন্ধ করে দিয়েছে | 描绘香港毁灭的科幻短片 遭中国官方封锁 |
2 | বৈজ্ঞানিক কল্প কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” ব্যাপক ভাবে ইন্টারনেটে প্রদর্শিত হয়েছে এবং এটি চীনের সেন্সর বিভাগের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। | 一部名为〈香港将于33年后毁灭〉的科幻短片在网络上疯传,引起中国审查单位的注意。 片长7分28秒的短片,从3月3号发表至今已在Youtube上累积了超过六十六万点阅人次。 |
3 | ৩ মার্চ, ২০১৪-এ আপলোড করা, ৭ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিও ইতোমধ্যে ৬৪৫,০০০ বার দেখা হয়েছে। | 片中描述 |
4 | এতে দেখানো হয়েছে উদাসীন হংকংবাসীরা এক ধেয়ে আসা উল্কার বিষয়ে নিস্পৃহ- যেটি ২০৪৭ সালে এলাকাটিতে আঘাত হানতে যাচ্ছে, যে সালটিতে হংকং চীনের এক বিশেষ প্রশাসনিক এলাকায় পরিণত হতে যাচ্ছে, আর এর মাধ্যমে মূল চীনা ভূখণ্ডের বিপরীতে হংকং যে আলাদা আইনী সুবিধা পেত তা আর থাকবে না। | 一颗小行星将于2047年摧毁香港,然而,许多麻木不仁的香港人对此漠不关心。 在现实生活中,2047年对应到的正是香港结束与中国分治的一年。 |
5 | এই চলচ্চিত্রে দেখানো হয়েছে উল্কার আঘাত হানার সংবাদের পর হংকং-এর দুই তৃতীয়াংশ নাগরিক এবং একই সাথে বিশাল বিশাল সব সব প্রতিষ্ঠান এলাকাটি ত্যাগ করে চলে যাবে। | 影片中,小行星即将撞击的消息遭披露后,许多大财团以及超过三分之二的居民选择撤离香港,留下一座空城。 |
6 | এই ভাবে খালি হয়ে যাওয়ার ফলে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সমৃদ্ধি লাভ করবে এবং সকলের গৃহ পাবার ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবে। | 然而,大财团的离开让小型商家有了空间开始蓬勃发展,空屋的出现也让每个香港人都买得起房子。 |
7 | শীঘ্রই ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা সত্ত্বেও এক অর্থে শহরটির আবার পুনর্জন্ম ঘটবে। | 结果,尽管香港即将被小行星毁灭,但某种意义上这个城市获得了重生。 |
8 | ঘটনাক্রমে, আঘাত হানার আগেই বিজ্ঞানীরা উল্কাটিকে ধ্বংস করতে সক্ষম হবে। | 最终,科学家们成功地在撞击来临前摧毁了小行星。 |
9 | এই ভিডিও ক্রমশ বাড়তে থাকা ভীড় এবং বস্তুবাদী হয়ে ওঠা ও ১৯৯৭ সালে যুক্তরাজ্যের হাত থেকে চীনের হাতে হস্তান্তরের ফলে মূল চীনা ভূখণ্ড থেকে আসা অধিবাসীদের সংখ্যাবৃদ্ধির মত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে হংকংবাসীদের উদ্বেগের বিষয় উন্মোচন করেছে। | 这部短片反映的正是香港人在政治及社会问题上的焦虑。 包含了从1997年中国接收以来愈趋壅挤的市区、崇尚物质享乐的价值观,以及不断增加的中国移民。 |
10 | মূল চীনা ভূখণ্ডের অধিবাসীদের কাছে এই চলচ্চিত্র ঠিক বিপরীত এক খুব “সাধারণ দৃষ্টিভঙ্গির” বার্তা প্রেরণ করেছে, আর তা হচ্ছে চীনের অর্থনৈতিক সমর্থন ছাড়া হয়ত হংকং-এর অনেক আগেই ইতি ঘটত। | 短片并且试图驳斥「若没有中国的支持,香港早已灭亡」这种在中国大陆广为流传的论调。 |
11 | আইসিইউইনমাইহার্ট নামক এক নেট নাগরিক ইউটিউবে মন্তব্য করেছে: | 网友iseeyouinmyheart在YouTube上评论: |
12 | আমার কাছে ইতোমধ্যে হংকং-এর ইতি ঘটেছে। | 我认为,香港早已死了。 |
13 | ১৯৯৭ সালের আগে আমি যে স্বাধীনতার, ন্যায়বিচার, আইনের শাসন এবং নিরপেক্ষতার সুবাতাস পেতাম তার পরিসমাপ্তি ঘটেছে। | 我再也感受不到1997年以前那种自由、法治,以及正义的空气。 |
14 | অনিবার্যভাবে ইয়াকুর মত চীনা ভিডিও ওয়েবসাইটগুলোতে স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। | 可以想见,这部影片遭受包含优酷网等中国影音网站的封锁。 |
15 | ফেই চাং দাও নামক ব্লগের সংবাদ অনুসারে বাইডু এবং সিনা ওয়েবো উভয় স্থানে “৩৩ বছর” দিয়ে অনুসন্ধান করলে কোন কিছু আসছে না। | 部落格FeiChang Dao表示,百度以及新浪微博都封锁了「33 年」以及其他相关的关键词搜寻结果。〈 |
16 | চায়না ডিজিটাল টাইমসের সংবাদ অনুসারে চীনের প্রচারণা বিষয়ক কর্তৃপক্ষের আদেশ অনলাইনে প্রকাশ হয়ে পড়েছে: | 中国数字时代〉并取得了从中共中央宣传部泄漏出的内部命令: |
17 | “৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” নামক ভিডিও থেকে নেওয়া এক দৃশ্যের স্ক্রিনশট | 〈香港将于33年后毁灭〉的截图。 |
18 | রাষ্ট্রীয় তথ্য পরিষদ অধিদপ্তর: দ্রুত নিন্মোক্ত উপাদানগুলো সকল ওয়েব সাইট থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে, (১) “ট্যাং জিটিয়ান এবং অন্য নিখোঁজ আইনজীবীদের সমর্থন এবং উদ্ধার”; (২) ভিডিও, টেক্সট ইত্যাদি যা “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” শিরোনামে হংকংবাসীরা নিজেদের রক্ষা করল এমন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তুলে ধরে। | 国信办:全网立即查删1,“声援、营救唐吉田等失踪律师”的相关信息, 2,鼓吹港人“自救”的科幻短片“香港将于33年后毁灭”相关视频、文字等。 |
19 | ইক কান চেয়ুং একজন ভিএফএক্স শিল্পী এবং উক্ত ভিডিওর পোস্ট প্রোডাকশন সুপারভাইজার, যিনি “দি ডিপ্লোম্যাটকে” জানাচ্ছে কেন সে মনে করে যে এই ভিডিওটি মূল চীনা ভূখণ্ডে নিষিদ্ধ হয়েছিল | 对于影片遭受中国官方的封锁,担任该片后制总监的特效设计师Yik Kan Cheung向日本时事期刊〈外交官(The Diplomat)〉表示: 我们相信,本片遭中国当局审查是因为他们希望维持社会的和谐。 |
20 | আমরা বিশ্বাস করি, যে কারণে কর্তৃপক্ষ ভিডিওটিকে সেন্সর করেছে তা হচ্ছে তারা বিশ্বাস করে তারা সমাজকে শান্তিপূর্ণ রাখার কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি তারা যা করছে তা হচ্ছে মানুষকে সত্য না জানিয়ে তারা এর থেকে নাগরিকদের দূরে রাখছে, এর এটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন নিয়ন্ত্রণ করা যায়, ততক্ষণ পর্যন্ত মূল চীনা ভূখণ্ড থেকে পর্যাপ্ত নাগরিক আমদানি করে চীন চেষ্টা করছে শ্বাসরোধ করে হংকংকে ধ্বংস করে ফেলতে। | 然而,我们认为这种做法事实上是在掩盖一个真相,那就是中国正在用大量输出人口的方式增加香港的大陆移民,等到他们数量多到可以控制选举,就可以让香港窒息而死。 一旦如此,香港再也不会有开放的选举。 |
21 | এরপর হংকং-এ আর কোন নির্বাচন হবে না। | 翻译: Matt |