# | ben | zhs |
---|
1 | ইরানঃ সমকামিতা ভীতির বিরুদ্ধে “আমরা রয়েছি সবখানে” নামক প্রচারণা আরসাম পারসি ইরানী সমকামী সংগঠন (ইরানিয়ান কোয়ার অর্গানাইজেশনের) প্রতিষ্ঠাতা এবং পরিচালক। | 伊朗:反恐同活动-“我们无处不在” |
2 | যার অফিস কানাডার টরেন্টোতে অবস্থিত। ২০০৮ সালে তিনি গ্লোবাল ভয়েসেসকে বলেছিলেন, “ইন্টারনেট আমাদের জন্য এক উপহার হয়ে এসেছে”। | Arsham Parsi为“伊朗同志组织”创办人兼负责人,他曾在2008年向全球之声表示,“網絡是同志的礼物”。 |
3 | এ বছরের ১৭ মে তারিখটি ছিল আন্তর্জাতিক সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস । বেশ কয়েকজন ইরানী নাগরিক আরো একবার তাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য এই উপহারটি ব্যবহার করেছে, “আমরা রয়েছি সবখানে” নামক প্রচারণা শুরুর মাধ্যমে, এটি ইউটিউব, ফেসবুক এবং ব্লগে সমকামিতার প্রতি ঘৃণার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। | 今年5月17日“国际反恐同日”时,多位伊朗民众再次利用手中这份“礼物”发声,推出“我们无处不在”活动,透过YouTube、Facebook及博客对抗世界恐同情结。 |
4 | ইরানে সমকামিতা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ। | 在伊朗,同性恋行为最高可处以死刑。 |
5 | ইরানের ব্লগার পেসার (ফার্সী ভাষায় যার অর্থ ‘বালক') লিখেছে [ ফার্সী ভাষায়]: আজ আন্তর্জাতিক সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস। | 伊朗博客Pesar(意指“男孩”)表示: |
6 | আমি খুব খুশি যে আজকের দিনে অনেক ব্লগার লেখা পোস্ট করছে এবং তাদের ব্লগে নতুন লেখা লিখছে। আমি আশা করি যে একদিন মূলধারার প্রচার মাধ্যম এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে এবং কেবল তা সাইবার জগতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। | 今天是国际反恐同日,我很乐见许多博客今日都发表文章,希望有天相关讨论能登上主流媒体,而不会只限于網絡世界,希望有天表明自己是同志时,没有人会指控我是罪人或遭到虐待。 |
7 | আমি আশা করি যে একদিন যখন আমি বলব যে আমি একজন পুরুষ সমকামী, তখন আমাকে একজন পাপী হিসাবে অভিযুক্ত করা হবে না, কিংবা আমার প্রতি খারাপ ব্যবহার করা হবে না। | |
8 | আমরা রয়েছি সবখানে | 我们无处不在 |
9 | ফেসবুকে বেশ কয়েকজন ইরানী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সমকামী এবং তারা তাদের মুখ লুকাইনি। | 多位伊朗民众在Facebook公开自己的同志性向,也毫不羞于露面。 |
10 | আরেকটি ভিডিও-তে সোকফো নামের এক মহিলা সমকামী বলছে [ফার্সী ভাষায়]: | 女同志Shokoofe在一段影片中提到: |
11 | আমার এই সমকামী অভিজ্ঞতা প্রেমে পড়ার মাধ্যমে লাভ করি এবং আমি বিশ্বাস করি এই বিশ্বে সকলেই তা অনুভব করতে পারে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল আমার চারপাশের মানুষজন মনে করেছিল এটা একটা রসিকতা যেখানে আমি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। | 我的同志经验始于陷入爱河,我相信人人都曾有此感受,但说也奇怪,当我感到痛苦,周遭人们却觉得是个笑话,无法与亲近的朋友讨论 令我最为痛苦,我当然能开口,但他们听不进去。 |
12 | সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল আমার যারা ঘনিষ্ঠ, তাদের সাথে বিষয়টি নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আমি কথা বলতাম, কিন্তু তারা শুনত না। | 我觉得这世界可以更好,不必因为爱上某人而死,我希望世上有烈日、彩虹与爱,让我们发声时无所畏惧。 |
13 | আমি ভাবি যে আমরা এক সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, যেখানে আপনি কোন ব্যক্তির প্রেমে পড়ার জন্য আপনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখী হতে হবে না। | |
14 | আমি আশা করি আমাদের দিন গুলো বিশাল এক সুর্য, এক রংধনুর মত হবে এবং কোন ধরনের শঙ্কা ছাড়াই আমরা কথা বলতে পারবে। | |