# | ben | zhs |
---|
1 | খনি এবং খামারে কাজ করা ফিলিপাইনের এই সকল শিশুদের ছবি সকলকে কাঁদায় | 菲律宾童工处境艰困,这些照片令人潸然泪下! |
2 | ফিলিপাইনে শিশুদের শ্রম শোষণ ক্রমশ খারাপের দিকে গড়াচ্ছে, ২০১১ সালে ফিলিপাইনের জাতীয় পরিসংখ্যান দপ্তর সংবাদ প্রদান করে যে দেশটিতে ৫৫ লক্ষ শিশু শ্রমিক হিসেবে কাজ করেছে যাদের মধ্যে ২৯ লক্ষ শিশু খনি এবং কারখানার মত ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। | 菲律宾滥用童工的情况日益增剧。 根据菲律宾国家统计所在2011年的报导指出,国内有550万名童工,而其中有290万的孩童在非常险峻的环境下工作,例如矿坑和农园。 |
3 | এই সংস্থা তাদের এই প্রতিবেদনে আরো যোগ করেছে যে ৯০০,০০০ জন শিশুর কাজ করার কারণে স্কুলের যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। | 此外,此机构补充称,有90万名孩童为了工作必须放弃就学。 |
4 | উদ্বেগজনক এই পরিসংখ্যান ফিলিপাইনের শিশুরা যে দারিদ্র্যের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরে, যে দেশটিতে গরীবদের জন্য গুরুত্বপূর্ণ কোন সমাজ সেবা নেই এবং তাদের কল্যান সাধনের জন্য উদ্যোগ গ্রহণের অভাব রয়েছে। | 这些令人担忧的数据,显示这些菲律宾孩童经历艰困的生活环境,也没有得到关键的社会福利与协助。 |
5 | ফিলিপাইন শিশু অধিকার সনদের এক স্বাক্ষরকারী এবং অন্যান্য সনদের সে স্বাক্ষর করেছে যে সবের লক্ষ্য শিশুদের কল্যাণকে তুলে ধরা। | 菲律宾与联合国人权事务委员会签署儿童权利公约,也签署了其他志在提升孩童福祉的国际文书。 |
6 | বিশেষ করে স্থানীয় পর্যায়ে, শিশুবান্ধব সরকার গড়ে তোলার লক্ষ্যে দেশটিতে এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। | 另外有一个活动是主张建立为儿童福祉着想的地方政府。 |
7 | কিন্তু আইন এবং বিভিন্ন কর্মসূচি বিভিন্ন ভাবে শিশু শ্রম শোষণের বিষয়টি রোধে সক্ষম হচ্ছে না, অনেক শিশু দারিদ্র্য এবং বঞ্চনার শিকার হচ্ছে। | 但遗憾的是,这些法律与活动并没有成功地减少对儿童的虐待,也无法改善他们现处的贫穷。 |
8 | গত মাসে ফিলিপাইনের একুমেনসিয়াল শ্রম শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান (এইলের বা একুমেনসিয়াল ফর লেবার এডুকেশন রিসার্চ ) এক প্রাথমিক সমীক্ষার ফল প্রকাশ করে যা দেশটির বিভিন্ন অংশে খনি এবং খামারে শিশু শ্রম ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। | 就在上个月,菲律宾天主教劳工教育及研究院 (EILER) 发布了一份保守估计的研究,确认菲国童工普遍在国内各处矿坑及农田工作。 |
9 | খামার এলাকায় বাস করা সম্প্রদায়ের মাঝে ২২. | 在乡村地区,有约22. |
10 | ৫ শতাংশ গৃহস্থালীর শিশুরা শ্রমিক হিসেবে কাজ করে। | 5%的家庭拥有童工,在矿坑附近的城镇则有14%的童工。 |
11 | খনি এলাকার শহরগুলো ১৪ শতাংশ পরিবারের শিশুরা শ্রমিক হিসেবে খনিতে কাজ করে। | 菲国童工经常在采及棕梠油的田地工作,担任种植者丶收割者丶拖曳及背负重物的工人。 |
12 | পামওয়েল এর খামারে কাজ করা শিশুরা প্রায়শ ফলের যত্ন নেওয়া, চাষ করা, সেগুলো বহন করে নিয়ে আসা, সেগুলোকে বোঝাই করা এবং গাছ থেকে টেনে আলাদা করার কাজ করে থাকে। | 同时,许多童工也在甘蔗园忙着播种丶收割以及打水的工作。 |
13 | আর যে সমস্ত শিশু আখের খেতে কাজ করে তাদের আগাছা বাছাই, চাষ এবং জমিতে পানি দেওয়ার কাজ করতে হয়। | 在矿坑工作的孩童常须帮忙打水丶搬运一袋袋岩石丶装载支撑地下隧道的树干丶或是担任矿工的跑腿小弟。 |
14 | খনিতে সাধারণত শিশুরা পানি নিয়ে আসার কাজ করে, তারা পাথর বয়ে নিয়ে যাওয়ার থলে বহন করে, মাটির নীচের সুড়ঙ্গ ধ্বসে পড়া ঠেকানোর জন্য যে সকল পুরু কাঠ ব্যবহার করা হয়, তা এই শিশুরাই বয়ে আনে, অথবা নিয়মিত শ্রমিকদের কিছু অর্পিত কাজের দায়িত্ব এরা গ্রহণ করে। | 这些童工也常是煤矿的「临时工」,当正职员工无法如期上班,他们就要代替这些人。 |
15 | যখনই নিয়মিত শ্রমিকরা কাজে আসতে পারে না তখন শিশুরা সংরক্ষিত শ্রমিক হিসেবে কাজ করে এবং এই সমস্যার “উপশমকারী' হিসেবে বিবেচিত হয়। | 在矿坑工作的女孩则需要帮淘金,或帮矿工煮饭洗衣。 |
16 | খনিতে কাজ করা মেয়েরে পাত্র ঘুরিয়ে স্বর্ণ খুঁজে বের করে আনার কাজ করে অথবা খনি শ্রমিকদের কাপড় ধুয়ে দেওয়া অথবা তাদের রান্না করে দেওয়ার মত কাজ করে। | EILER发现,这些童工长期暴露於极端的气候中工作。 |
17 | এইলের পর্যবেক্ষন করেছে যে শিশুদের প্রচণ্ড বাজে আবহাওয়া, অনেক বেশী সময় এবং নিম্নমানের যন্ত্রপাতি এবং সামগ্রী দিয়ে তাদের প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়। | 他们的工时也长,还得在艰困的环境中使用不符标准的工具及装备工作。 |
18 | খামারগুলোয়, কাজের সময় বাড়ির সামনে থেকে শিশুদের ট্রাকে তোলা হয় এবং পিতামাতার সংস্পর্শ ছাড়াই নিকটবর্তী প্রদেশে তাদের থাকার জন্য অস্থায়ী ভাবে বানানো তাবুতে সময় দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত একটানা থাকতে হয়। | 在农地工作的童工,则会由卡车把他们从家中载到郊外临时搭建的帐篷,少则数礼拜,多则数月,原因是他们需要长期在农地工作。 |
19 | যেহেতু বেশিরভাগ খামারে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যার ফলে এই সকল খামারে কাজ করা শিশুরা সরাসরি এসকল উপাদানের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির মুখে থাকে। | 此外,由於许多农地都使用有害的农业化学物质,所以这些儿童在工作时就会直接暴露於危险中。 |
20 | অন্যদিকে যে সমস্ত শিশুরা খনিতে কাজ করে তাদের বিপজ্জনক যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় এবং কোন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই তাদের ঘন্টার পর ঘন্টা তাদের কাজ করানো হয়। | 另一方面,在矿坑工作的童工身上并没有防护措施,且须使用危险的工具长时间工作。 |
21 | এই সমস্ত শ্রম সামাজিক বিপদ ডেকে আনছে, যেমন সুড়ঙ্গের ভেতরে ঘন্টার পর ঘন্টা শিশুদের জাগিয়ে রাখার জন্য অবৈধ মাদকের ব্যবহার দেশটির খনিগুলোর ভেতরের এক নিয়মিত চিত্র। | 然而,社会的险峻不只如此,非法药物也常被使用在童工身上,只为了让他们能在矿坑中时保持清醒,这也是菲国矿业常见的现象。 |
22 | পিতাং-এক প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে লেখা “ আমিও এক শিশু শ্রমিক”। | Pitang 拿着一张牌子,牌子上写着:「我是童工。」 |
23 | ছবি ঝোনা ইগনিলান স্টোকের ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে। | 照片源取自 Jhona Ignilan Stokes 脸书。 |
24 | সম্প্রতি এইলের আয়োজিত এক সভায়, মিন্দানাও-এর এক প্রাক্তন শিশু শ্রমিক পিতা, তার খামারে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে : | Pitang 是曾在民答那俄岛工作的童工。 |
25 | আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। | 她在EILER最近举办的公开论坛中分享在农田工作的经验,她说: |
26 | আমি আশাহত হয়ে পড়ি যে আমি হয়ত আর কোনদিন স্কুলে যেতে পারব না, এবং মনে মনে ভাবি তার বদলে আমি এক গায়িকা হব। | 我在十岁的时候休学。 |
27 | সাধারণত আমি মনের কষ্ট ও যন্ত্রণা এবং খামারের কাজের ক্লান্তি দূর করার জন্য গান গাইতাম। | 我已经放弃复学的希望了,所以我跟自己说,也许可以当个歌手。 |
28 | বিদ্যালয় ছেড়ে আসার পর চার বছর পার হয়ে গেছে। | 所以我常常在工作时唱歌,让我忘记工作时感到的疼痛与劳累。 |
29 | আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি আর তারপর কাজের জন্য আমাকে বিদ্যালয় ছাড়তে হয়েছে। | 我已经有四年没上学了,我只有上到小学六年级,之後就得休学去工作。 |
30 | সৌভাগ্যক্রমে এইলের নামের দল সেখানে রয়েছে যারা দেশটিতে সকল প্রকার বাজে ধরনের শিশু শ্রম বন্ধের প্রচারণা চালিয়ে যাচ্ছে। | 幸好,有像是EILER的团体致力举办活动,希望能减低在菲国滥用童工的情况。 |
31 | তাদের অন্যতম এক কর্মসূচি হচ্ছে বালিক-এস্কুয়েলা (বিদ্যালয়ে ফিরে যাওয়া), যার লক্ষ্য হচ্ছে শিশু শ্রমিকদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা। | 其中的一个活动为 Balik-Eskuwela (意指回归校园),志在帮助童工回到学校就学,而欧盟也是支持 EILER 此专案的夥伴。 |
32 | ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে এইলের-এর অন্যতম এক অংশীদার। | 童工们回归校园。 |
33 | শিশু শ্রমিকেরা বিদ্যালয়ে ফিরে এসেছে। | 照片取自 Balik-Eskuwela 粉丝专页。 |
34 | ছবি বালিক-এস্কুয়েলার ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | 译者:黄莉婷 校对:Timmy Shen |