# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ: একটি শিশুর কারনে একটি স্কুল পুনর্গঠিত হয়েছে | 孟加拉:从一个孩子重建一所学校 |
2 | বেশী কিছু লাগেনি, শুধু একটি শিশু একটা ক্যামেরার সামনে তার ধ্বংস হয়ে যাওয়া স্কুলের কথা বলে গেছে। আনকালচার্ড প্রজেক্টের শন আহমেদ এবং নার্ডফাইটারদের ধন্যবাদ, এর পরবর্তী কয়েক মাস জুড়ে ইউটিউবের মাধ্যমে এই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং যার ফলশ্রুতিতে স্কুলটির পুনর্গঠনের জন্য যথেষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করা হয়। | 只需一个孩子,站在摄影机前,描述自己遭摧毁的学校,在之后几个月,感谢Uncultured Project的Shawn Ahmed及Nerdfighters,全球透过YouTube网站动员集结,募得足够款项重建学校。 |
3 | সাইনবোর্ডে ফিরদৌসের-এর ছবি, ছবি শন আহমেদের,সিসি বাই-এনসি-এসএ লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। এই ভিডিও ঘটনাটি তুলে ধরছে: ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে: শন এই ক্ষয়ক্ষতির দৃশ্য ধারণ করে এবং অনেক শিশুর জীবন হানিতে ধাক্কা খায়। | 看板上的Pidahouse,照片由Shawn Ahmed拍摄,依据创用CC BY NC SA授权使用 |
4 | এরপর সে একটা ছেলের উপর মনোযোগ প্রদান করে যার নাম ফিরদৌস, সিডর থেকে বেঁচে যাওয়া এক শিশু, যে তাকে শহরের নিয়ে যায়, তাকে দেখায় এই ঘূর্ণিঝড়ে তার স্কুল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। | 影片本身即说出故事,Sidr台风于2007年袭击孟加拉,Shawn记录灾情,很震惊有这么多孩子丧生,找到一名幸存的男孩Pidahouse,请他带着摄影机至镇上各处,说明学校受损情形。 |
5 | যখন ভিডিওটি দেখানো শুরু হয়, তখন ভ্লগ ব্রাদারস ইউটিউব চ্যানেলের নার্ডফাইটার্স (প্রযুক্তিবিদদের) সম্প্রদায় ছেলেটিকে সাহায্য করার জন্য আনকালচার্ড প্রজেক্টকে অর্থ তুলতে সাহায্য করেছে। | 画面出现在网络上之后,从YouTube频道VlogBrothers衍生出来的社群Nerdfighters帮助Uncultured Project募款,一开始先募得修缮屋顶的金额,随着善款源源不绝,陆续重建学校、重新粉刷,甚至买了新课桌。 |
6 | প্রথম ছাদ মেরামত করার জন্য যথেষ্ট টাকা সংগ্রহ করা হয় এরপর যখন আরো অর্থ সাহায্য আসে, তখন স্কুলটিকে মেরামত ও নতুন করে রঙ করা হয়। | 一如Shawn在个人网站上写道,这些捐款无法抵税,让这些善心显得更特别: |
7 | পরিশেষে নতুন ডেস্ক (বই রাখার আসবাব) কেনারও অর্থ যোগাড় হয়। | 这不是慈善单位或非政府组织,只是社群慈善的一场实验。 |
8 | এমনকি যে বিষয়টি আরো উৎসাহ জনক ওই সমস্ত দানের ক্ষেত্রে কর ছাড় দেয়ার সুযোগ ছিল না, যেমনটা শন তার সাইটে লিখেছে: | 因为活动并未正式登记,捐款不能抵税。 |
9 | এটা কোন বদান্যতা বা কোন বেসরকারী কাজ নয়- এটা দাতব্য অর্থ প্রদান করা এক সম্প্রদায়ের একটি পরীক্ষামূলক কাজ। কারণ এই কাজে কোন আনুষ্ঠানিকতা ছিল না, দাতব্য অর্থে করে কোন ছাড় পাওয়া যায় না। | 去年Shawn依然忙碌,全球之声也持续报导他发起的人道行动,包括2007年及2008年的援助行动、洁净水源计划等,虽然他的网站上有众多影片,但他发表频率并不高,尽管会影响在YouTube网站上的排名,但或许是件好事: |
10 | গত বছর শনের ব্যস্ততা বজায় ছিল এবং আমরা তার মানবিক অভিযাত্রার বিষয়টিকে অনুসরণ করছিলাম। | 虽然我很想时常且定期制作影片,但实际上办不到,必须在现场拍摄及后制之间寻求平衡。 |
11 | ২০০৭ ও ২০০৮ সালের ত্রাণ প্রচেষ্টার পর, তিনি বিশুদ্ধ পানি নিয়ে কাজ শুরু করেন। যদিও তার সাইটে অনেক ভিডিও রয়েছে, তবে তিনি ঘন ঘন পোস্ট লেখে না, এবং এটা হয়ত একটা ভালো বিষয়, এমনকি যদিও তা তার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে নম্বর অর্জনে-কে ক্ষতিগ্রস্ত করে: | 有时计划得投入多年才能完成,需要规划、串连、预算、在现场建立信任,也可能因为天灾或政治动乱而延宕。 |
12 | যদিও আমি চাই, তারপরেও আমি নিয়মিত এবং ঘন ঘন ভিডিও নির্মাণ করতে পারি না। একটি ভালো কাজ করার পাশাপাশি ভিডিও নির্মাণ করার মধ্যে আমাকে ভারসাম্য তৈরি করতে বাধ্য হতে হয়। | 以下片段中,Shawn出席网络影片研讨会VidCon,开头便先分享一段画面:The Boy who Lived这个故事耗时千日才完成。 |
13 | কোন কোন ক্ষেত্রে, যে পরিকল্পনা আমি গ্রহণ করি, সেটি সম্পন্ন করতে বছর লেগে যায়। এসবের ক্ষেত্রে লাগে পরিকল্পনা, যোগাযোগ, বাজেট বা অর্থ বরাদ্দ, কাজের ক্ষেত্রে আস্থা অর্জন এবং প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো মাথায় রাখতে হয়, যা কাজের সময়সূচিকে পরিবর্তন করতে বাধ্য করে। | Shawn Ahmed的文章动人、充满见地、主题广泛,触及多项有关贫穷的议题,例如做好事、感觉良好与志工精神,或是贫困摄影里的裸体伦理,也建议慈善单位不要找名人代言,转而投注于一般民众及网络群众。 |
14 | নীচে ভিডকনে শনের একটি ভিডিও দৃশ্যমান, সেটি অনলাইন ভিডিও কনফারেন্স (ভিডিওর মাধ্যমে অন্যদের সাথে সরাসরি কথা বলা) দৃশ্য, যেখানে তিনি দর্শকদের একটি ভিডিও প্রদর্শন করছেন: দি বয় হু লিভড (এক বালকের বসবাস) নামক ভিডিওটি এমন এক গল্প প্রদর্শন করা হচ্ছে, যা ১০০০ দিন ধরে বলা হয়েছে। | 各位可订阅他的YouTube频道,除了感受乐观精神,也观察一个人如何一点一滴改变他人生命。 |
15 | শন আহমেদের ব্লগ পোস্ট হৃদয় ছুঁয়ে যায়, যার লেখায় অন্তর্দৃষ্টি রয়েছে এবং লেখাগুলো বিস্তারিত বর্ণনার মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়: এই সমস্ত লেখা বহুবিধ বিষয় নিয়ে লেখা রয়েছে যা মূলত দারিদ্র্যের কথকতা নিয়ে লেখা: ভালো কাজ, ভালো অনুভূতি এবং স্বেচ্ছাশ্রম, দারিদ্রতার উপর তোলা নগ্ন ছবির নৈতিকতা, এছাড়াও দাতব্য কাজের ক্ষেত্রে তারকা কোন মুখপাত্র ছাড়াই কাজ করা এবং সাধারণ মানুষদের নিয়ে কাজ করা এবং তাদের অনলাইন শ্রোতাদের নিয়ে কাজ করা হয়। | |
16 | ইউটিউবে তার ভিডিও দেখতে এবং সেটি পাওয়ার মধ্যে দিয়ে দেখতে পাবেন একটি আশাবাদ এবং কি ভাবে একজন ব্যক্তি জনতার জীবন বদলে দিতে পারে তার এক ঝলক, সামান্য কিছু সময়ের মধ্যে। | 校对:Soup |