# | ben | zhs |
---|
1 | রাশিয়া: সোশ্যাল নেটওয়ার্ক সমাজকে একত্রিত করছে | 俄罗斯:社群网站动员社会 |
2 | রাশিয়ায় মস্কো শহরের বলোতনেয়া স্কোয়ারে গত এক দশকের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশের এক মাস পার হয়েছে। | 发生在莫斯科沼泽广场,那场俄罗斯近十年来最大规模的示威游行已经过去一个多月了,这里选择了一些有参与这场游行的博客提供的解释,以及他们对于下一步的想法。 |
3 | এই বিক্ষোভ সমাবেশে যেসব ব্লগার অংশ নিয়েছিলেন, এই ঘটনা নিয়ে তাদের লেখার কিছু নির্বাচিত অংশ, পরবর্তী পদক্ষেপ ও ভাবনা নিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো। | 这篇文章将会描述社群网站对俄罗斯社会产生的影响,值得注意的是,许多重要的科技性片刻和这些时事都有所连系。 |
4 | রাশিয়ার সমাজে সোশ্যাল নেটওয়ার্কের প্রভাব নিয়ে এই লেখায় আলোকপাত করব। | 我想要呈现出这些工具是如何影响沼泽广场事件发生的前因后果及过程。 |
5 | এটা বলা গুরুত্বপূর্ণ যে, সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলোর সাথে প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে। | Facebook初次登场 |
6 | এখানে আমি তুলে ধরব, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমগুলো বলোতনেয়া স্কোয়ারের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন ছাড়াও সমাবেশ চলাকালে এবং পরবর্তী ঘটনাগুলোর উপর কিভাবে প্রভাব ফেলেছিল। | 首先,在俄罗斯,这是第一次Facebook作为动员的主要平台。 |
7 | ফেইসবুকের আবির্ভাব: | 许多年来,我一直在追踪社群网站如何作为社会动员工具。 |
8 | প্রথমত, রাশিয়ায় এই প্রথমবারের মতো ফেইসবুক সামাজিকভাবে একত্রিত করতে প্রধান মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। | 当电视频道2×2的观众们走上街头,为这频道证照被撤销的可能性大声疾呼时,社群网站Vkontakte成为我们国家的这种科技先锋之一。 |
9 | গত ক'বছর থেকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমগুলো সামাজিক একত্রীকরণে হাতিয়ার হিসেবে কাজ করছে। ভিকনটাক্টে (রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক সাইট) আমাদের দেশে এ ধরণের প্রযুক্তির ক্ষেত্রে পথ প্রদর্শন করেছে,যখন টিভি চ্যানেল টু বাই টু'র দর্শকরা প্রতিবাদ করতে পথে পথে নেমেছিলেন, তখন এই চ্যানেলের নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাব্য আশঙ্কা দেখা যায়। | 另一个作为俄罗斯动员工具的平台是LiveJournal(举例来说,它是‘Blue Bucket‘运动中的主要动员平台),然而,Facebook却从来没有在这类事情中扮演重要脚色,直到2011年十二月,它才以下述方式助长了事件发展。 |
10 | রাশিয়ায় সামাজিকভাবে একত্রীকরণের আরেকটি মঞ্চ হিসেবে লাইভ জার্নাল (উদাহরণস্বরুপ, এটি ব্লু বাকেট আন্দোলনের মূল হোতা) ভূমিকা পালন করে। | 最初的游行应该在2011年十二月10号就于革命广场发生。 |
11 | ফেইসবুক অবশ্য ২০১১ সালের ডিসেম্বরের আগে এ ক্ষেত্রে তেমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। ২০১১ সালের ডিসেম্বরের ১০ তারিখে মূল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিপ্লব স্কোয়ারে। | 其实这是更早以前的计划,而且对此提出吁求的是“左翼阵线运动”主席乌达左夫 (Sergei Udaltsov)、他的夫人Anastasia及莫斯科“团结运动”的代表Nadezhda Mitjushkina。 |
12 | এর পরিকল্পনা হয়েছিল রাশিয়ার বামপন্হী নেতা সার্গেই উদাতসভ, তার স্ত্রী আনাস্তাসিয়া ও মস্কো সলিডারনস্তের প্রতিনিধি নেদযাহদ মিতযুস্কানিয়ার উদ্যোগে। | 令人讶异的是,这场游行被莫斯科官方批准,然而理所当然的,只准300人参加。 |
13 | আশ্চর্যজনকভাবে, মস্কো কর্তৃপক্ষ এ সমাবেশে তিন শত ব্যক্তিকে অংশ নেওয়ার অনুমতি দেন। | 对于这场游行及其举办许可的讨论在十二月6号后才开始。 |
14 | এই বিক্ষোভ সমাবেশের আয়োজন নিয়ে কথাবার্তা শুরু হয় ডিসেম্বরের ৬ তারিখে, যখন এর আগের দিন চিশতি প্রুডিতে অন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বেশ ক'জন গ্রেফতারও হন। | 此时,正逢十二月5号在Chistye Prudy展开的另一场以逮捕作结的游行,没有人预期到会有这么大的转变,也没料到会有加剧而紧张的情绪显现。 |
15 | সেই বিক্ষোভ সমাবেশটি এতো বিশালভাবে ও এতটা উত্তেজনা ও তিক্ততায় শেষ হবে তা তখনও কেউ আশা করেনি। আলেক্সি সিদোরেনকো এ নিয়ে বিস্তারিতভাবে লেখেন “নেট ছুঁচোদের বিপ্লব” শীর্ষক লেখায়। | Alexey Sidorenko在他的文章“網絡仓鼠的起义”The revolt of net hamsters中对此有详细的描写。 |
16 | ডিসেম্বরের ৬-এ নাগরিকদের এক বিশাল দল শহরের বিজয় স্কোয়ারে পক্ষপাতমূলক নির্বাচনের প্রতিবাদে আবারও সমবেত হন যা সাম্প্রতিক কালে পুটিন শাসনের বিরুদ্ধে একটি প্রতীকী আয়োজন হিসেবে দেখা হয়। | 隔日,十二月6号,大批民众以抗议选举不公之名,再次走上街头到近几年作为反抗普丁政权的象征-胜利广场。 |
17 | এই সমাবেশ ভাঙ্গতে পুলিশ দমন অভিযান শুরু করে এবং বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করে। | 扣留许多参与者的警方镇压了这场抗议。 |
18 | ডিসেম্বরের ৬ তারিখে অনুষ্ঠিত বিজয় স্কোয়ারের বিক্ষোভের বিরুদ্ধে পুলিশী অভিযানে পর পরই বিপ্লব (রেভলিউশন) স্কোয়ারে আরেকটি বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফেইসবুকে একটি গ্রুপ আত্মপ্রকাশ করে । | 遭受到十二月6号胜利广场集会的打击后,Facebook上立刻出现一个社团,邀请人们报名并参与另一场在革命广场举行的游行。 |
19 | মজার ব্যাপার হচ্ছে,এই গ্রুপের জন্ম হয় ইলিয়া ক্লিশিন নামের একজন ব্লগারের মাধ্যমে যার সাথে রাজনৈতিক দল বা গোষ্ঠীর কোন রকম সম্পর্ক নেই। ইলিয়া হচ্ছেন “এপিক হিরো” নামের অন-লাইন রিসোর্সের প্রধান যা মূলত: হিপস্টার্স বা শহুরে তরুণদের ফ্যাশন সম্পর্কিত একটি প্রকাশনা। | 很有趣的 是,这个团体由与政治团体或政治结构无关的博客Ilya Klishin所成立,他是为“嬉皮”(也就是时尚、创意的都会青年)出版的线上资源“史诗英雄”负责人。 |
20 | ফেইসবুকের এই নতুন গ্রুপটি বিক্ষোভ সমাবেশের সপক্ষে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে। | 这个为游行设立的社团非常快速的获得广大知名度。 |
21 | মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডিসেম্বরের ৮ তারিখে এটি প্রায় পঁচিশ হাজার সমর্থক জোগাড় করে যারা নিরপেক্ষ একটি নির্বাচনের সপক্ষে বিক্ষোভে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। | 创立才超过了仅仅24小时,十二月8号,几乎25000人已经声明他们参加公平选举运动的意图。 |
22 | এছাড়াও, প্রায় আট হাজার স্বাক্ষরকারী তাদের ফেইসবুক স্ট্যাটাসে যোগ করেন: “বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণে আগ্রহী”। | 更甚者,已经报名活动的约莫8000人,将他们的个人状态显示为“参加是可能的”。 |
23 | ঠিক একই ধরণের গ্রুপ ভিকনটাক্টের সাইটে আত্মপ্রকাশ করে সেখানে বার হাজারের চেয়েও বেশী আগ্রহী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের পক্ষে স্বাক্ষর করেন। | 创立在Vkontakte在的同样社团里,也有超过12000人报名参加。 |
24 | সংখ্যায় আসন্ন বিক্ষোভ সমাবেশ: | 后续抗议的“可数性” |
25 | ডিসেম্বরের ১০ তারিখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের দিন পর্যন্ত, প্রায় চল্লিশ হাজার মানুষ এতে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। | 直到十二月10日游行当天,昭告参加意图的人大致已经有40000人。 |
26 | আমার মতে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি হচ্ছে, বিক্ষোভে অংশগ্রহণে আগ্রহীদের সংখ্যাতাত্ত্বিক এই বিস্ফোরণ সোশ্যাল নেটওয়ার্কের গন্ডি অতিক্রম করে। সত্যি সত্যি এরা অংশ গ্রহণ করবে প্রতীয়মান হয়েছে বলেই কর্তৃপক্ষ শেষ অবধি সমঝোতায় আসতে বাধ্য হন, এটি কোন ছাড় দেওয়া ছিল না। | 就我而言,这是第二个重要的观察点,多亏有“可数性”以及看到有意参与游行真实人数的可能性,当局者才被迫以前所未见的让步严肃地对游行做出妥协。 |
27 | এর আগে কেউ জানতেন না, কতো মানুষ এ ধরণের বিক্ষোভ সমাবেশে যোগ দিবেন। | 稍早以前,没人知道有多少人会转而发展至此或变成任何其他的抗议。 |
28 | ভিন্ন মতাবলম্বীদের প্রথম গণ বিক্ষোভের সাফল্য দেখা যায় ২০০৭ সালে সেইন্ট পিটার্সবার্গের সমাবেশে। | 在首次大型“异议者行军”中,2007年圣彼得堡那次的成功也是在当局者和组织者的预期之外。 |
29 | এতে অংশগ্রহণকারীদের বিশাল সংখ্যা শুধু কর্তৃপক্ষ নয় আয়োজকদের কাছেও অপ্রত্যাশিত ছিল। | 现在,社群网站让我们看到希冀参加游行的真实人数,这个数字还随着逝去的时日不停的在成长。 |
30 | এখন, সোশ্যাল নেটওয়ার্কের সুবাদে আমরা জানতে পারি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণে আগ্রহীদের প্রকৃত সংখ্যা যা প্রতিদিন ঘন্টার কাঁটা ধরে বৃদ্ধি পাচ্ছিল। | 在此状况中,被理解的Facebook和Vkontakte计算力量并非以任何方式或由任何人特别“积累”,这些抗议具有真实而广大的潜力。 |
31 | এক্ষেত্রে, এই সংখ্যার শক্তি অনুধাবন করতে হবে। | 理所当然的,政府畏惧这广大抗议者的预测。 |
32 | ফেইসবুক ও ভিকনটাক্টের সাইটে ক্রমবর্ধিত এ সংখ্যাগুলো কোন ব্যক্তি দ্বারা বা বিশেষ পদ্ধতিতে উদ্দেশ্যমূলকভাবে বদলানো সম্ভব নয়। | 他们迫使游行要办在远离克林姆林宫及其他公家机关的地方。 |
33 | এই বিক্ষোভ সমাবেশ প্রকৃতভাবে গণমানুষের রায় প্রতিফলনের ক্ষমতা রাখে। অবশ্যই সরকার এই সম্ভাব্য বিক্ষোভকারীদের সংখ্যায় আতঙ্ক বোধ করেছিল। | 同时,他们尽力使其和平进行;在他们的设计下,这场游行会冷静地顺着路线从革命广场到沼泽广场。 |
34 | তারা আয়োজকদের ক্রেমলিন ও সরকারী ভবনগুলোর কেন্দ্র থেকে একটু দূরে সরিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য করে। | 即使,许多人准备好被逮捕,警方并不扣押任何人也不会有任何暴力行为。 |
35 | এছাড়াও সরকার চাচ্ছিল বিক্ষোভ সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় রেভ্যুলুশন স্কোয়ার থেকে বলোতনেয়া স্কোয়ারে ইতিমধ্যে অনুষ্ঠিত সমাবেশগুলোর ধারাবাহিকতায়। | 单纯透过Facebook活动来计算参加者,人们可以因而避开警棍。 |
36 | ফেইসবুকে নিবন্ধিত বিক্ষোভকারীদের সম্ভাব্য সংখ্যা থেকে সত্যিকারের সংখ্যা অনুমান করা গেছে যা কর্তৃপক্ষকে তাদের অবস্থান বদলাতে বাধ্য করে। | 这对俄罗斯而言,并非坏的先例。 |
37 | বহু অংশগ্রহণকারী অহেতুক পুলিশের ব্যাটন চার্জ থেকে নিষ্কৃতি পেলেন। | 受網絡启发的标语 |
38 | রাশিয়ায় আগামীর দিনগুলোর জন্য এই দৃষ্টান্ত মোটেও খারাপ নয়। | 这件事件的第三个重要观察是这是第一次大量抗议者使用網絡上的标语,而且因缘际会的由LiveJournal定调。 |
39 | ইন্টারনেট অনুপ্রাণিত শ্লোগান: | 我们可以看到,广场里游行者的海报上使用主题和LiveJournal上初次看到的如出一辙。 |
40 | তৃতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে, এই প্রথমবারের মতো গণবিক্ষোভে আসা মানুষগুলো তাদের শ্লোগানের ভাষা নিয়ে এসেছিলেন ইন্টারনেট থেকে। | 尤其是高斯分布的海报特别明显-以数学证据指出,投票有利于团结俄罗斯党的伪造情形 : |
41 | ঘটনাচক্রে, লাইভ জার্নাল ইতিমধ্যে প্রতিবাদের একটা দৃষ্টিভঙ্গী নির্মাণ করে রেখেছিল। | 沼泽广场游行中,海报上的高斯分布。 |
42 | স্কোয়ারে আমরা দেখতে পাই বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডের শ্লোগানগুলো শোভিত হয় লাইভ জার্নালে প্রকাশিত শ্লোগান অনুসরণ করে। | 口号写着“我们相信高斯”。 |
43 | বিশেষভাবে,এই প্ল্যাকার্ডে “গ্যাস ডিস্ট্রিবিউশন” লক্ষ্যণীয় যা ইউনাটেড রাশিয়া পার্টির সমর্থনে ভোট কারচুপির সংখ্যাতাত্ত্বিক প্রমাণপঞ্জী। | 照片来自Live Journal的Norweigen Forest。 |
44 | বলোতনেয়া স্কোয়ারে “গ্যাস ডিস্ট্রিবিউশন” প্ল্যাকার্ডে লেখা আছে: “আমরা বিশ্বাস করি গ্যাসে”। | 俄罗斯博客根据十二月4日官方的全国选举选举百分比分布做分析,分析结果公布在Maksim Pshenichnikov在LiveJournal上的网页。 |
45 | রাশিয়ান ব্লগাররা সরকারের নির্বাচনী উপাত্ত বিশ্লেষণ করে ডিসেম্বর ৪ তারিখের নির্বাচনের ভোটের শতকরা হার বিশ্লেষণ করেন। | 非常显然的,在投票日前只有非常少的人们曾经听过高斯和他的分布曲线历史,但是十二月10日当天却是遍布在每张海报上。 |
46 | এই বিশ্লেষণের ফলাফল মাকসিম সেনিচিকভের লাইভ জার্নালে প্রকাশিত হয়। এটা স্পস্ট ছিল যে, ডিসেম্বরের ১০ তারিখের আগে খুব অল্প সংখ্যক মানুষ গ্যাস ও তার তত্ত্ব সম্পর্কে জানতেন। | 除此之外,魔术师丘罗夫(Churov),也就是选举委员会主席,理所当然的成为这些手绘海报最受欢迎的主题。 |
47 | কিন্তু ডিসেম্বরের ১০-এ সবার হাতে শোভিত হয় গ্যাসের কথা। | 这源于称丘罗夫为魔术师的梅德维杰夫,为其成功进行选举划上完美句点。 |
48 | এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার চুরভ একজন যাদুকর বলে ঘরে বানানো প্ল্যাকার্ডগুলোর জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয়। | 中央选举委员会主席谦虚的回应这样的看法“我不是魔术师,我只是在学习而已。” |
49 | রাষ্ট্রপ্রধান মেডভেডভ সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার চুরভকে “যাদুকর” বলে আখ্যায়িত করেন। | 沼泽广场的看板“我的选票在哪里,魔术师?” |
50 | কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান বিনীতভাবে এর প্রত্যুত্তরে বলেন,”আমি যাদুকর নই, আমি কেবল শিখছি”। | 照片来自Live Journal的使用者mamouse。 |
51 | “যাদুকর, আমার ভোট গেল কোথায়?” | 配备科技小工具的抗议 |
52 | বলোতনেয়া স্কোয়ারে এক ব্যানারের লেখা। গ্যাজেটের মাধ্যমে প্রতিবাদ: | 这次游行第四个值得观察的应该是,积极使用电子报和行动装置的網絡观众变得更为明显。 |
53 | চতুর্থ পর্যবেক্ষণ হচ্ছে, এই সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশে ইন্টারনেট ব্যবহারকারী যারা আধুনিক সংবাদ মাধ্যম ও মোবাইল ডিভাইস ব্যবহার করেন তারা এতে দৃশ্যত সক্রিয় ছিলেন। | 虽然必然不知那些有智慧型手机的参加者在分享什么,但有数据可以显示哪种智慧型手机领先于其他。 |
54 | যদিও বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে কি সংখ্যক স্মার্টফোন ছিল তা জানা না গেলেও প্রাপ্ত তথ্য অনুসারে স্মার্টফোনের ব্যবহার ছিল সর্বোচ্চ। | 分析团体聪明行销(Smart Marketing)进行的研究显示如此。 |
55 | তথ্য বিশ্লেষক দল স্মার্ট মার্কেটিং-এর জরিপে অবশ্য এ তথ্য বেরিয়ে এসেছে। এই জরিপ অনুসারে, বলোতনেয়া স্কোয়ারে ডিসেম্বরের ১০ তারিখে সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে আপেলের মোবাইল ফোনের ব্যবহার ছিল সবচেয়ে বেশী: আইফোন ও আইপ্যাড গেজেটের অংশ ছিল ৪৬. | 根据他们的资料,十二月10日沼泽广场上,苹果的使用者领先: 他们的观测过程中显示,在所有科技小工具中,iphone和ipad的分享占了46. |
56 | ৬%। এটা বেশ লক্ষ্যণীয় যে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন বা ডিভাইসগুলো শুধু যে চলমান বিক্ষোভ সমাবেশের তথ্য ইন্টারনেটে প্রচার করেছে তা-ই নয়, বরং প্রচার অভিযান ও শ্লোগানগুলোর মাধ্যমও ছিল। | 6%。 很有趣的是,参加者在游行中使用行动装置不只是为了在網絡上报导进行中事件的资讯,也是游行和标语中的媒介。 |
57 | এর পরবর্তী বিক্ষোভ সমাবেশ ডিসেম্বরের ২৪ -এ মস্কোর শাখারভ প্রসপেক্টে অনুষ্ঠিত হওয়ার কথা। এর আয়োজনে ফেইসবুক সাংগঠনিক এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে । | 后续事件显示,Facebook组织力量的影响力已被用于下一场预备在十二月24日莫斯科Sakharov Prospect的游行。 |
58 | ১৯ ডিসেম্বরের সন্ধ্যা পর্যন্ত, তিরিশ হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। | 如同十二月19日的傍晚,30000人正计划参加这场游行。 |