# | ben | zhs |
---|
1 | অ্যার্ন্টাকটিকা: বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান থেকে ল্যাটিন আমেরিকার ব্লগাররা | |
2 | সম্পাদকের নোট: এই পোষ্টটি দুই খন্ডে লিখিত। | 拉丁美洲:在至寒南极写博客 |
3 | এর প্রথম খন্ডের লেখাগুলো ল্যাটিন আমেরিকান ব্লগার লিখেছে অ্যার্ন্টাকটিকায় বসে। | |
4 | চারপাশে জমে থাকা বরফ দেখে অ্যার্ন্টাকটিকাকে কেউ হয়তে ভাবতে পারে যে সেখানে ব্লগার খুঁজে পাওয়ার একেবারে অসম্ভব। | |
5 | তবে বেশ কিছু ল্যাটিন আমেরিকান ব্লগার সেখান তাদের ভ্রমণ ও কাজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে, সেই এক বিচ্ছিন্ন মহাদেশের কথা। | |
6 | এদের কেউ সরাসরি অ্যার্ন্টাকটিকা থেকে লিখেছে। সেখান থেকে তাদের ছবি, ভিডিও পোস্ট করেছে। | 在南极酷寒环境之下,或许是最不可能找到博客作者之处,但数名拉丁美洲人在这冰天雪地之中,仍想分享自己在当地的旅行或工作经验,有些人直接自南极传回照片与影片,帮助读者体验离家如此遥远之感;也有些人留至返回南美后,才在个人或共笔博客吐露感受。 |
7 | পাঠকদের বিষয়গুলো মনে করিয়ে দেয় যে তারা ঘর থেকে অনেক দুরে। | |
8 | অন্যরা অবশ্য দক্ষিণ আমেরিকার মহাদেশ থেকে ফিরে এসে নিজেদের ব্যক্তিগত ও গ্রুপে ব্লগ লেখার জন্য অপেক্ষা করেছে। | |
9 | অ্যার্ন্টাকটিক ব্লগস্ফেয়ারে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ছিল। | 有些国家在南极博客圈的版图较为显著,智利除设置「智利南极研究所」[西班牙文]网站外,亦透过南极空军基地主席E. |
10 | চিলি তাদের চিলিয়ান এ্যার্ন্টাটিক ইনিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) ওয়েবসাইট ছাড়াও তাদের অ্যার্ন্টাকটিকা এয়ার বেস প্রেসিডেন্ট ই. | |
11 | ফ্রাই এম (স্প্যানিশ ভাষায়) ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করে। | |
12 | দুর্ভাগ্যজনকভাবে এই ব্লগে কেবল একটি মাত্র লেখা পোস্ট করা হয় এবং এই ব্লগ প্রধানত: রেডিও যোগাযোগ মাধ্যমের প্রতি উৎসর্গকৃত। | |
13 | টেরা অস্ট্রালিস ইন্কগনিটা ব্লগের মাধ্যমে রবার্ট ব্রাভো ভিডাল অ্যার্ন্টাকটিকা সমন্ধে তথ্য ও সংবাদ প্রদান করছেন। | |
14 | পেরু প্রায় ২০ বছর যাবত মাচুপিচ্চু সায়েন্টিফিক বেস থেকে কাজ করে যাচ্ছে এবং গবেষণা করে যাচ্ছে। | |
15 | এই সেন্টারের প্রশাসনিক দায়িত্বে রয়েছে পেরুভিয়ান অ্যার্ন্টাকটিকা ইন্সিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) এবং যার পুর্ণাঙ্গ বৃত্তান্ত তৈরী করা হয় ব্লগ ভিদা ইয়ে ফিউচুরোতে। | |
16 | সবশেষে পেরুর চলচিত্র নির্মাতা হুমবার্তো সাকো তার নিজের ব্লগে এক তথ্যচিত্র প্রকাশিত করেছে অ্যার্ন্টাকটিক মহাদেশে পেরুর উপস্থিতি সমন্ধে (স্প্যানিশ ভাষায়)। | |
17 | উরুগুয়ের এমন অনেক ব্লগার রয়েছেন যারা অ্যার্ন্টাকটিকার প্রতি উৎসর্গকৃত। এর মধ্যে একজন নিজেকে অ্যার্ন্টাকটিক ফিলিংস (স্প্যানিশ ভাষায়) বলে ডাকেন। | Frei M[西文]博客传递资讯,可惜至今该博客只有一篇文章,且是以广播通讯为主;Terra Australis Incognita[西文]的Roberto Bravo Vidal则在博客上报导南极相关的消息及新闻。 |
18 | তিনি এই মহাদেশকে নিয়ে তার লেখা কবিতা প্রকাশ করেছেন। অন্য আরেকজন তার ব্লগের নাম দিয়েছেন অ্যার্ন্টাকটিক এসোসিয়েশন (স্প্যানিশ ভাষায়)। | 二十多年来,秘鲁南极研究所[西文]不断在马丘皮丘科学基地进行研究,《El Comercio》报纸博客Vida y Futuro亦有报导[西文];秘鲁导演Humberto Saco也在个人博客上发表记录片,描述秘鲁在南极大陆的成果[西文]。 |
19 | উভয় অবশ্য বরফের চারপাশে বসে লেখা লেখেন না, কিন্তু অভিযাত্রিক দলের সাথে অ্যার্ন্টাকটিক ভ্রমন সেরে এসেছেন। এ্যান্টারকোস ২৩ (স্প্যানিশ ভাষায়)ও এ্যান্টারকোস ২৫ (স্প্যানিশ ভাষায়) নামের দুটি অভিযান কিছুদিন আগে সম্পন্ন হয়। | 乌拉圭则有更多关于南极的博客,例如「南极感受」[西文]博客,其中张贴关于南极的诗作,还有另一个博客名为「南极协会博客」,两者都不是从南极大陆发稿,而是关于不同探险任务,例如Antarkos 23[西文]与Antarkos 25[西文],在Antarkos 23博客里,描述冰棱(Ice Prism)这种特别现象[西文]: |
20 | এখানে এক কৌতুহলজনক বস্তু (স্প্যানিশ ভাষায়) যাকে বলা হয় আইস প্রিজম তার বর্ণনা দেওয়া হচ্ছে। | |
21 | আইস প্রিজমের ছবি এ্যান্টারকোস ২৩ এর তোলা এবং অনুমতি নিয়ে প্রকাশিত | |
22 | ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমাদের এক অস্বাভাবিক দৃশ্য দেখার সুযোগ হয়। | |
23 | এটি হলো হাইড্রোমিটার বা বরফের এক অবস্থা যাকে আইস প্রিজম নামে ডাকা হয়। | |
24 | এই ঘটনা ঘটে তখন যখন বরফের জলকনা (কুয়াশা) সুইয়ের মত স্বচ্ছ ছোট্ট বরফ টুকরা বা বড় আকার ব্লকস বা কলামে পরিণত হয়। | |
25 | এটি সাধারণত খুব হালকা হয় এবং বিশেষ আবহাওয়ায় তা নীচে নেমে আসে। | |
26 | একটা হালকা আলোর বাল্বের ভিতর দিয়ে তাকালে এটি একটি প্রিজমের মত প্রতিচ্ছবি তৈরী করে, যা উপরের ছবির মধ্যে দিয়ে দেখতে পাবেন। | |
27 | এই ধরনের আইস ক্রিস্টাল বা স্বচ্ছ বরফ মেঘের থেকে অথবা পরিস্কার আকাশ থেকেও পড়তে পারে। | |
28 | এই ঘটনা ঘটে যখন তাপমাত্র -১০ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। | 冰棱照片由Antarkos 23所摄,经许可后使用 |
29 | উরুগুইয়ান ভাল্ডেমার ফন্তেস নামক দ্বিতীয় ব্লগে জানা যাচ্ছে যে এই অভিযান কর্মীরা কিভাবে আর্টিগাস সাইয়েন্টিফিক বেইজে বড়দিন উদযাপন করেছে। | |
30 | আর্টিগাস সায়েন্টিফিক বেস-এ বড়দিনে ডিনার করার ছবি। এই ছবিটি এ্যান্টারকোস ২৫ দল কর্তৃক তোলা এবং অনুমতি নিয়ে ছাপানো হলো | 2007年9月5日,我们有机会观察到名为「冰棱」的特殊水象,这个现象是因为冰晶以针状、块状与圆柱状沉淀,因为质量很轻,造成彷佛停滞在大气中的视觉感受,透过灯泡观察时,就会形成如照片中的反射情况,当气温低于摄氏零下十度时,冰晶就可能从云层或晴空中落下。 |
31 | ২০০৮ -এর ডিসেম্বরের ২৪ তারিখে এ্যান্টার্কোস ২৫ নামের অভিযাত্রীর দলটি যাদের অ্যার্ন্টাকটিকাকে বড়দিন উদযাপন করেন। | |
32 | দলটির মধ্যে মধ্যে জার্মান এবং উরুগুয়ের বিজ্ঞানীরা ছিলেন। | 来自乌拉圭的Waldemar Fontes在Antarkos 25博客里,则记录团队在Artigas科学基地庆祝圣诞节的情况[西文]: |
33 | তারা একটি পরিবারের মতো করে এই উৎসব উদযাপন করেন। | 圣诞节晚餐照片来自Antarkos 25,经许可后使用 |
34 | আমরা ভাগাভাগি করে রাতের খাবার খাই। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী ক্যান্ডি, মিষ্টি পাউরুটি, জার্মান কেক, এবং সুস্বাদু ওভেনে সেঁকা শুকরের মাংস। | 2008年12月24日,由德国与乌拉圭等地科学家组成的Antarkos 25团队如一家人般庆祝圣诞节,我们共享备有丰盛传统糖果、甜面包、德式蛋糕、美味烤猪肉,到午夜12点时,我们不论背景或国籍,一同举杯庆祝,当晚最棒的段落即为圣诞老公公乘着基地拖曳车的雪铲前来,到了饭厅把礼物送给每个好孩子。 |
35 | ঠিক রাত ১২ টায় কোন ব্যক্তি শেকড় বা জাতীয়তার পার্থক্য ছাড়াই আমরা আমাদের কাপ ও টোস্টগুলো তুলে ধরলাম। | |
36 | এই অনুষ্ঠানের সবচেয়ে সেরা দিকটি ছিল সান্তাক্লজের আগমন। | 校对:nairobi |
37 | তার কাজের মধ্যে ছিল ঘাটির একটি ট্রাক্টরে চড়ে বরফ ফেলার বেলচা নিয়ে ঘোরা, আমাদের খাবার ঘরে আগমন এবং যারা ভালো ছিল একে একে তাদেরকে উপহার বিতরন করা। | |
38 | দ্বিতীয় পর্বে থাকবে আর্জেন্টিনার ব্লগারদের অ্যার্ন্টাকটিকা সমন্ধে অভিজ্ঞতা যা পরবর্তী সপ্তাহে প্রকাশিত হবে। | |