# | ben | zhs |
---|
1 | আলোকচিত্রঃ ইন্দোনেশিয়ায় মাউন্ট সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাতে ২০,০০০ মানুষ বাস্তুচ্যুত | 照片集:印尼锡纳朋火山爆发 逾两万人撤离 锡纳朋火山爆发的火山灰形成人脸的影像。 |
2 | মাউন্ট সিনাবাঙ্গের উদগিরণের সময় ধুলির মেঘ এবং তাপ যেন একটি মানব খুলির মতো অবয়ব তৈরি করেছে। | 照片来自 Abdullah Arief Siregar,Demotix 版权(1/9/2014) |
3 | ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার। | 印尼北苏门答腊的锡纳朋火山自去年以来已喷发超过两百次,迫使超过两万村民撤离。 |
4 | কপিরাইটঃ @ডেমোটিক্স | 这座火山自西元 1600 起一直处于休眠状态。 |
5 | উত্তর সুমাত্রায় অবস্থিত ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাঙ্গে গত বছরের তুলনায় দুই শত গুন বেশি অগ্ন্যুৎপাতের ফলে ইতোমধ্যে ২০,০০০ এর অধিক গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। | 发现火山(Volcano Discovery)提供了锡纳朋火山最新的活动报告: 不断增长的熔岩穹丘,不稳定、黏稠度中等的岩浆,部分区域频繁塌陷造成高温岩浆块和火山灰崩塌(火山碎屑流),距离可达 4.5 公里。 |
6 | আগ্নেয়গিরিটি ষোল শতকের পর থেকে সুপ্ত অবস্থায় ছিল। | 根据最新数据,从五到七公里疏散区撤出的难民已达两万五千人。 |
7 | আগ্নেয়গিরির আবিষ্কার সিনাবাঙ্গের সর্বশেষ অগ্ন্যুত্পাত সম্পর্কে জানিয়েছে: | 位于环太平洋火山带的印尼有超过一百座活火山,但 Carl 相信锡纳朋火山只会造成中型喷发: |
8 | সক্রিয়ভাবে ক্রমবর্ধমান লাভা স্তুপ, প্রচুর ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করছে। | 锡纳朋底下的岩浆体系绝没有足够的岩浆产生大爆发。 |
9 | পরিমিতরূপে সান্দ্র লাভা কিছু অংশ মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে এবং গরম আবহাওয়া ও ছাই প্রবাহ (আতশবাজির প্রবাহ) তৈরি করছে, যেটি প্রায় ৪ দশমিক ৫ কিমি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে। | 既然我们对这座火山的了解极少,也许应该观察附近的火山以推测它的状态。 数公里外的席巴亚克/平托双火山可能可以给我们一些线索。 |
10 | সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫-৭ কিমি এলাকা থেকে উদ্বাস্তু সংখ্যা প্রায় ২৫,০০০ এ পৌঁছে গেছে। | 当局下令撤离居民,并承诺受影响民众,会很快将援助送到避难所。 |
11 | প্রশান্ত মহাসাগরে রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত ইন্দোনেশিয়াতে ১০০ এরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। | 但除了撤离的居民之外,锡纳朋火山喷发也严重影响了当地的农业。 |
12 | কিন্তু কার্ল মনে করেন, সিনাবাঙ্গে শুধুমাত্র মাঝারি আকারের অগ্ন্যুত্পাত হয়: | Utami Irawati 对受到火山爆发影响的民众表达支持: |
13 | সিনাবাঙ্গের অধীনে থাকা ম্যাগ্মেটিক সিস্টেমে কোন ভাবেই ভীষণ অগ্ন্যুত্পাতের জন্য যথেষ্ট পরিমানে ম্যাগমা থাকে না। | Thoughts and prayers for people around Sinabung. |
14 | যেহেতু এই আগ্নেয়গিরি সম্পর্কে খুবই সামান্য জানা গেছে, তাই সেখানে কি পরিমাণ ম্যাগমা মজুদ থাকতে পারে সে সম্পর্কে ধারণা পেতে পার্শ্ববর্তী আগ্নেয়গিরির দিকে লক্ষ্য করা যেতে পারে। | Stay strong, and I sincerely pray that things will get better soon :”( |
15 | মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে মাউন্ট সিবায়াক / মাউন্ট পিন্টো এর জোড়া আগ্নেয়গিরি সিস্টেম রয়েছে এবং কি পরিমাণ ম্যাগমা মজুদ থাকতে পারে তা জানতে এটি একটি ভালো উপায় হতে পারে। | - Utami Irawati (@utamiirawati) January 7, 2014 |
16 | কর্তৃপক্ষ সকলকে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে। | 为锡纳朋一带的民众祈祷。 |
17 | এছাড়াও আক্রান্ত অধিবাসীদের আশ্বস্ত করেছে যে অস্থায়ী আশ্রয়ে থাকা উদ্বাস্তুদের অবিলম্বে ত্রান সরবরাহ করা হবে। | 要坚强,我诚心祈祷事情很快会好转 :”( |
18 | কিন্তু গ্রামবাসীদের বাস্তুচ্যুত করা ছাড়াও সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাত স্থানীয় কৃষির উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলছে। | - Utami Irawati (@utamiirawati) 2014 年一月七日 |
19 | উতামি ইরাবতি অগ্ন্যুত্পাতে উদ্বাস্তুদের প্রতি সংহতি প্রকাশ করেছেন: | 以下来自 Demotix 的照片展现锡纳朋火山将火山灰和岩浆喷上半空。 |
20 | সিনাবাঙ্গের চারপাশের মানুষের জন্য ভাবুন এবং প্রার্থনা করুন। দৃঢ় থাকুন, এবং আমি আন্তরিকভাবে প্রার্থনা করি, পরিস্থিতি শীঘ্রয় উন্নতির দিকে যাবে :”( | 锡纳朋火山喷出岩浆和高温烟尘,笼罩 Berastepu 和 Bakerah 村。 |
21 | ডেমোটিক্স থেকে পাওয়া নীচের ছবিটি বাতাসে মাউন্ট সিনাবাঙ্গের ছাই ও লাভা নিক্ষেপ দেখাচ্ছে। মাউন্ট সিনাবাং বেরাস্তু এবং বাকেরাহ গ্রামে লাভা এবং গরম মেঘ উদ্গিরন করছে। | 照片来自 Abdullah Arief Siregar,Demotix 版权(1/5/2014) |
22 | ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার। কপিরাইটঃ@ডেমোটিক্স | 农人采收被厚厚一层锡纳朋火山喷出的灰烬覆盖的蕃茄。 |
23 | কৃষকরা টমেটো সংগ্রহ করছেন। এইসব টমেটোর উপর মাউন্ট সিনাবাঙ্গের উদ্গিরনের ফলে ছাইয়ের একটি পাতলা প্রলেপ জমে গেছে। | 照片来自 Ahmad Ridwan Nasution,Demotix 版权(1/6/2014) |
24 | ছবিঃ আহমেদ রিদয়ান নাসুশন। কপিরাইটঃ @ডেমোটিক্স। | 2013 年十一月廿四日锡纳朋火山爆发,喷出的火山灰高达一万公尺。 |
25 | গত ২৪ নভেম্বর, ২০১৩ তারিখে মাউন্ট সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাত, যেটি বাতাসে প্রায় দশ হাজার কিমি এলাকা উচ্চতায় ছাই উদ্গিরন করছে। | 照片来自 Abdullah Arief Siregar,Demotix 版权(11/24/2013) |
26 | ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার। কপিরাইটঃ @ডেমটিক্স। | 校对:Fen |