Sentence alignment for gv-ben-20110112-14525.xml (html) - gv-zhs-20110110-7157.xml (html)

#benzhs
1সুদান: দক্ষিণ সুদানের গণভোটের দিন গণনা শুরু ৯ জানুয়ারী, ২০১০ তারিখে দক্ষিণ সুদানে এক গণভোট অনুষ্ঠিত হবে।苏丹:南部公投倒数计时
2এই গণভোটের বিষয় তারা সুদানের সাথে থাকবে কি না। ঘটনা প্রবাহে মনে হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দেশটি দুইটি অংশে বিভক্ত হতে যাচ্ছে।苏丹南部将于1月9日举行独立公投,这个非洲疆域最大国家很可能会一分为二,以下是博客圈内有关公投的言论。
3এই গণভোট নিয়ে যে সমস্ত পোস্ট লেখা হয়েছে সেগুলোর আলোচনা এখানে তুলে ধরা হল।去年十月起,已有11.
4ম্যাজি ফিক সংবাদ প্রদান করছে যে, ১১৬,০০০ জন দক্ষিণ সুদান বাসী অক্টোবরের মধ্যে উত্তর সুদান ত্যাগ করেছে:6万南部民众离开北部,Maggie Fick指出:
5১১৬, ০০০ (এবং এই সংখ্যা বেড়েই চলছে*) জন দক্ষিণ সুদানবাসী অক্টোবরের শেষে উত্তর সুদান ছেড়ে চলে গিয়েছে।自去年十月,至少有11.
6এখন দক্ষিণের গণভোট অনুষ্ঠিত হতে যখন আর এক সপ্তাহ বাকী, তখন গণহারে লোকজন দ্রুত দক্ষিণের রাজধানী শহরে এসে জমা হচ্ছে।6万南部民众纷纷离开北部,独立公投距今不到一个星期,民众大批涌入南部首府的速度也愈来愈快。
7পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তারা তাড়াহুড়ো করে এখানে এসে উপস্থিত হচ্ছে। ফিরে আসা লোকজনদের জন্য তৈরি আওয়েল শিবিরে নারী এবং শিশুরা পানি নেবার জন্য ভীড় করেছে।妇孺在中继站集水,提供给刚返回Aweil的民众,照片由Maggie Fick提供
8ছবি ম্যাজিয়ে ফিকের সৌজন্যে পাওয়া।为何南部民众要大举南迁?
9কেন উত্তরে বাস করতে থাকা অনেক দক্ষিণ সুদানবাসী অনিশ্চিত ভবিষ্যৎ সত্ত্বেও আবার দক্ষিণে ফিরে যাচ্ছে?尽管返回家乡后前途茫茫,为何南部民众仍继续大批往南移动?
10কারণ তারা শঙ্কিত যে গণভোটের পর উত্তর সুদানে তাদের অধিকার আর সুরক্ষিত থাকবে না।因为他们害怕在公投后,自己的权利在北部不会受到尊重。
11মাগদি এল গিজোউলি, সুদানের রাষ্ট্রপতি ওমর বাসির দেশটির স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জাতীর উদ্দেশ্য যে বক্তৃতা প্রদান করেছে তার বিশ্লেষণ করেছে। তিনি বলছেন “বশিরের সাংবিধানিক ফর্মুলা অনুসারে দক্ষিণকে তার নিজস্ব ভাগ্য বেছে নেবার সুযোগ প্রদান করা হচ্ছে, এটি জাতীর অসুখ ভালো করার জন্য ব্যবহার করা পুস্তিকার সর্বশেষ লাইন”Magdi El Gizouli分析总统巴许尔(Omar Bashir)的独立建国55周年演说,他指出,“在巴许尔的言论中,让南部地区自行决定命运,即为‘国家疗愈之书的最后一句'”。
12তার এই অবস্থান থেকে রাষ্ট্রপতি বসির এই দিনে তিনটি বিষয়ে ভাষণ প্রদান করেন, ঝুলে থাকা দক্ষিণ সুদানের সাথে বিভক্তি, দারফুরের সংঘর্ষ এবং দক্ষিণের বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিয়ে খার্তুমে রাজনৈতিক পুনঃ বিন্যাসের ব্যাপারে বিরোধী দলের দাবী নিয়ে। দক্ষিণের ব্যাপারে , শান্তিপূর্ণ সমাধান বনাম যুদ্ধের মাধ্যমে একতার মধ্যে; বসির সাহসের সাথে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করার উদ্যেগ নিয়েছে।巴许尔当时提到现今三大议题:南部可能分离、达佛地区(Darfur)冲突、在野阵营要求在公投后重组北部政治势力,对于南部地 区,巴许尔提出和平分离或以冲突维持统一两种选项,以民主途径解决国内长期磨擦困境。
13দক্ষিণ সুদানকে তার নিজের মত করে ভাগ্য গড়ে নেবার সুযোগ প্রদান করার বিষয়টি বসিরের সাংবিধানিক ফর্মুলার অংশ “জাতীর উপশম লাভ করার জন্য প্রস্তুত করা বইয়ের শেষ বাক্য”, যেখানে তার শাসনের একমাত্র লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপন বজায় রাখা, নিশ্চিত ভাবে বলা যায় তা দেশটির সত্যিকারের স্বাধীনতাকে ধরে রাখার শক্ত মাধ্যম।
14ইয়াবু আনেটের মতে, সুদান থেকে যদি দক্ষিণ সুদান আলাদা হয়ে যায়, তাহলে বিতর্কিত আবেইয়ে অঞ্চল নিত্য পণ্যের অভাব দেখা দেবে। কারন এখানকার বেশির ভাগ পণ্য উত্তর সুদান থেকে আসে:在巴许尔的言论中,让南部地区自行决定命运,“即为国家疗愈之书的最 后一句”,这是他执政的终极目标,也是实践国家独立的真正途径。
15আবেইয়ে অঞ্চলের ব্যবসায়ীরা ভীষণ উদ্বিগ্ন- তারা মনে করছে যে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি এই অঞ্চলে অর্থনৈতিক মন্দা বয়ে আনতে পারে।Yobu Annet提到,假若南部决定独立建国,主权归属仍有争议的Abyei地区可能面临物资严重短缺,因为多数货品都来自北部:
16চোল মায়েন নামের এক ব্যবসায়ী বলেন, “যদি আবেইয়েকে দক্ষিণের সাথে জুড়ে দেয়া হয়, তাহলে তার প্রভাব সীমান্ত বাণিজ্যের উপর পড়বে। যদি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা তারপরেও প্রতিদিনের বাজার সামগ্রীর জন্য পূর্ব আফ্রিকা পর্যন্ত যেতে পারি।Abyei地区许多商家都很担心,认为国家分裂可能导致当地经济重挫,商人Chol Mayen表示,“若Abyei划为南部所有,边界贸易可能受影响,但如果边界完全关闭,我们还是能从东非寻找货源”。
17জুবার বিদেশী ব্যবসায়ীদের জন্য এই গণভোট এক শঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে:公投令Juba地区外国商旅相当焦虑:
18উগান্ডার এক ব্যবসায়ী বিরুঙ্গিমারি যিনি জুবা মার্কেটের সব্জি ব্যবসায়ী, তার ক্ষেত্রে এই গণভোট এক উদ্বেগের কারণ। তিনি বলেন “ আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, এবং গণভোটের পর যদি কোন রকম সহিংসতা না ঘটে, তাহলেই আমরা ফিরে আসব”।Birungi Mary来自乌干达,在Juba一座市场买卖蔬菜为生,公投让他相当焦虑,“我们都准备离开,等公投结束、没有暴力事件后再回来”。
19জুবার হাজার হাজার ব্যবসায়ীর মধ্যে মারি একজন, যাদের অনেকে প্রতিবেশী দেশ থেকে এখানে এসেছে। এই গণভোট সবার জন্য কি বয়ে আনে, তা নিয়ে তারা চিন্তিত।当地有数千名商人和他一样来自邻国,对公投可能带来的后果相当恐惧,许多人已感受到进口货物涨价,害怕暴力事件恐将危及生意,财产也可能不保。
20ইতোমধ্যে আমদানী পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অনেকে শঙ্কিত যে গণভোট সংক্রান্ত সহিংস ঘটনা ব্যবসার ক্ষতি করতে পারে এবং হয়ত মূল্যবান সম্পদ ধ্বংস করতে পারে।在Konyokonyo及Jebel市场内,很多商人都表示要返乡过圣诞节,等到公投落幕与平息后再回来。
21জুবার কোনইয়ো কোনইয়ো এবং জেবেল মার্কেটের অনেক বিদেশী ব্যবসায়ী বলছেন যে, তারা বড়দিনের ছুটিতে বাড়ি যাবেন এবং গণভোট সংক্রান্ত সকল কর্মকাণ্ড সমাপ্ত হবার আগ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা এখানে ফেরার সিদ্ধান্ত নেবেন।
22সাউথ সুদান ইনফো ২০১০ সালের সুদানের শিরোনামের উপর এক সময় সূচি তৈরি করেছে:South Sudan Info建立2010年与苏丹有关的新闻头条时间表:
23দক্ষিণ সুদান কি আফ্রিকার সবচেয়ে নবীন স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি করবে না, নিজস্ব ভোটে এই বিষয়টি নির্ধারণ করার সময় রয়েছে আর মাত্র ৯ দিন। গত বছরটি ছিল এক বিশেষ বছর।九天后,苏丹南部民众将投票,决定是否要成立非洲最新国家,去年非常重要,是过渡政府执政六年的最后阶段,一切都是为了2011年1月9日公投这一天。
24গত বছরটি ছিল ছয় বছর ধরে অন্তবর্তীকালীন ক্ষমতা পরিচালনাকারী সিপিএ-এর শাসনকালের শেষ বছর, যে ঘটনাটি এলাকাটিকে ৯ জানুয়ারী,২০১১ সালের এই গণভোটের দিকে পরিচালিত করে। জুবার সব জায়গায় নীল এই ব্যান্ড দেখা যাচ্ছে, ছবি মিসহ্যাপ এবং মেহ্যাপের সৌজন্যে।Juba各地都在散发蓝色手环,照片由Mishaps and Mayhaps提供
25মিসহ্যাপ এবং মেহ্যাপ পর্যবেক্ষণ করেছে, যে কোন কিছুর জন্য ভোট প্রদান করা হবে, কিন্তু অনেক দক্ষিণ সুদানি ভোটার হয়ত বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে গ্রহণ করবে না। যখন আমরা গণভোটের দিকে এগিয়ে যাচ্ছি, তখন দক্ষিণ সুদানে অনেক অশুভ লক্ষণ দেখা দিচ্ছে।Mishaps and Mayhaps观察到,南部许多选民只能接受独立建国这个选项:
26ক্রমেই এটা পরিষ্কার হয়ে এসেছে, যে কোন কিছুর জন্য সবাই ভোট দেবে, তবে অনেক দক্ষিণ সুদানি দক্ষিণের এই ভাবে আলাদা হয়ে যাওয়াকে মেনে নেবে না। এর নিশ্চয়তা কোথায়, কারণ গত চার দশ ধরে এখানে যুদ্ধ চলছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, কিন্তু দক্ষিণ সুদানের ভেতরে অনেক মানুষ বিষয়টিকে সত্যিকারের আত্মনিয়ন্ত্রণের সুযোগের বদলে, বিচ্ছিন্ন হয়ে যাবার এক এক উপায় হিসেবে দেখে।随着公投日近,情势愈来愈明显,除了独立建国之外,苏丹南部许多选民无法接受其他任何结果,因为过去已历经40年战火,造成无数人身亡,许多人认为,公投只是迈向独立建国的最后一步,而非只是展现自决的机会。
27দক্ষিণ সুদানের গণভোটের চূড়ান্ত প্রস্তুতির উপর তৈরি করা ম্যাজি ফিকের উপস্থাপনাটি দেখুন:Maggie Fick以图像呈现公投最后倒数时刻:
28দক্ষিণ সুদানের রাজধানীতে গণভোট সংক্রান্ত যতগুলো সাইনেজ রয়েছে তা অবশ্যই খেয়াল করার মত। দক্ষিণ সুদানের গণভোট পরিষদ ৮ জানুয়ারী নিবন্ধিত সকল ভোটারকে ভোট দেবার জন্য অনুরোধ করেছে।南部首府出现愈来愈多与公投有关的标语,“南苏丹公投委员会”最新海报呼吁已登记的选民在1月9日出门投票,不过绝大多数海报与告示都只有一个明确讯息:独立建国近在眼前。
29তবে এখানকার বেশির ভাগ পোস্টার এবং বিলবোর্ড একটি বার্তাকে বহন করছে, আর তা হচ্ছে সামনে আলাদা হয়ে যাবার বিষয়টি ঘটবে।这些标语由众多民间团体制作,都画着南苏丹旗及一只举起的手掌,手掌符号到时会出现在公投选票上。
30এই সব চিহ্ন, যা নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি গ্রুপের সৌজন্যে পাওয়া, তা দক্ষিণ সুদানের পতাকাকে তুলে ধরছে এবং এখানে একটি খোলা হাত দেথা যাচ্ছে, যা গণভোট প্রদানের দিন ব্যালট পেপারে দেখা যাবে।
31যারা প্রার্থনায় বিশ্বাস করে তারা স্কট এবং মেগ রাম্বোর সাথে এক প্রার্থনায় যোগ দিন:各位若相信祷告的力量,请和Rambo一起:
32আপনি কি আমাদের সাথে প্রার্থনায় যোগদান করবেন, যে আমরা প্রার্থনা করতে যাচ্ছি: *উত্তর এবং দক্ষিণ সুদানের মধ্যে যেন শান্তি বাজায় থাকে, এবং একই সাথে যেন বিভিন্ন আদিবাসী দলগুলোর মধ্যে শান্তি বজায় থাকে।
33* বিতর্কিত এলাকা নিয়ে সমস্যা যেন শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়; সেই সীমান্ত এলাকা এবং বাসিন্দাদের জন্য।请和我们一起祷告:
34* সহজ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এক গণভোটের জন্য * যেন সুদানের চার্চ সব সময় শান্তির স্বপক্ষের এক সাক্ষী এবং মিত্র হিসেবে কাজ করে যায়।
35* উত্তর এবং দক্ষিণের মাঝে, সরকার এবং বিদ্রোহীদের মাঝে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুদানের জনগণ এবং ঈশ্বরের মাঝে যেন মিত্রতা বজায় থাকে। .校对:Soup