# | ben | zhs |
---|
1 | জলাভুমি সংরক্ষণে তিউনিশিয়া থেকে চীন পর্যন্ত সাইকেল চালনা | |
2 | ছেলেটির নাম আরাফাত বিন মারজু। বয়স ৩১। | 为了湿地保育,从突尼斯到中国的自行车之旅 。 |
3 | বাড়ি তিউনিশিয়া। বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে স্নাতক করে বিশ্ববিদ্যালয়ের চাকরিও পেয়েছিল। | 七个月前,一位三十一岁的突尼斯青年马尔祖(Arafet Ben Marzou)自生物环境工程学校毕业后,决定放弃他的大学教职,出发追寻他的儿时梦想:从突尼斯单骑至中国。 |
4 | কিন্তু ছোটবেলার স্বপ্ন সফল করতে সেটি ছেড়ে দেয়। সেটাও আজ থেকে সাত মাস আগের কথা। | 他的旅程始於突尼斯,越过地中海区域直至伊斯坦堡;随后继续横跨土耳其、格鲁吉亚、阿塞拜疆、伊朗、阿富汗、乌兹别克斯坦和哈萨克斯坦。 |
5 | সেসময়ে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তিউনিশিয়া থেকে চীনের উদ্দেশ্যে। | 如今,他已经骑到了中国的新疆。 |
6 | মারজু তিউনিশিয়া থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগর পাড়ি ইস্তাম্বুলে পৌঁছে। সে সাইকেলে চড়ে পাড়ি দেয় তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান, ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান। | 马尔祖透过他的脸书页面Tabba'ani(突尼斯方言,意为「跟随我」)即时更新他的自行车之旅近况。 |
7 | এখন সে চীনের জিনজিয়ানে রয়েছে। | 在八月三十日,他写道: |
8 | সে তার ফেসবুক পেজ তাব্বানিতে (বাংলা অর্থ অনুসরণ করা) সাইকেল করে ঘুরে বেড়ানোর সব আপডেট পোস্ট করে। | |
9 | ৩০ আগস্টে সে লিখে: চীনে… এবং বেঁচে আছি। | 目前人在中国……活着……我会尽快更新近况 : ))) |
10 | খুব শিগগিরই আপডেট দিবো। :))) জিনজিয়াং, চীন। | 中国新疆,图自马尔祖的脸书页面。 |
11 | ছবি ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া হয়েছে। মারজুর সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো প্রজেক্টের নাম ওয়েট-বাইক। | 这个旅行专案名为「溼地-单车」「溼地-单车」(Wet-bike)[法],隶属於一个溼地保育的环境计画。 |
12 | পরিবেশের জন্য জলাভুমি এবং এর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ। | 马尔祖的西亚自行车之旅途经一个个拉萨姆保育地(Ramsar site),目标在於唤醒人们的自觉,彰显溼地对於人类和环境的重要价值,并敲响溼地危机的警钟。 |
13 | বিন মারজু'র পশ্চিম এশিয়ার এক রামসার সাইট থেকে আরেক সাইট পর্যন্ত এই সাইকেল ভ্রমণ মানুষকে জলাভুমির পরিবেশগত গুরুত্ব এবং এইসব জায়গা ধ্বংস হওয়ার বিপদ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই ছিল। আজারবাইজানে। | 所谓的拉萨姆保育地,就是拉姆萨溼地公约(Ramsar Convention)中所明定的国际重要溼地(Wetlands of International Importance)。 |
14 | ছবিটি মারজুর ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া হয়েছে। | 摄於阿塞拜疆。 |
15 | ফেব্রুয়ারির ২ তারিখে মারজু রাস্তায় নামে। | 图自马尔祖的脸书页面。 |
16 | সেদিন তিউনিশিয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড লিখে: এই উদ্যোগ মূলত মানবিক এবং পরিবেশগত মাত্রার বার্তা-ই আমাদের দেয়। | 二月二日是马尔祖上路的一天,世界自然基金会(World Wildlife Fund)突尼斯办公室写道 [法]: |
17 | এই সুদীর্ঘ যাত্রায় সে (মারজু) ছবি, ভিডিও এবং স্থানীয় মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে চেষ্টা করবে হ্রদ এবং জলাভুমি এলাকার অবস্থা তুলে ধরতে… | |
18 | চ্যালেঞ্জ | 这次行动欲传达的讯息主要是针对人类与环境面向。 |
19 | স্বপ্ন সত্যি করতে মারজু একের পর এক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। সেই সব প্রতিবন্ধকতার কথা ফেসুবুক পেজে শেয়ার করেছেন। | 经由这次辛苦的跋涉,他(马尔祖)将与人们分享照片、影片,以及与当地人互动的经验,试图藉此反思湖区、溼地的相关议题…… |
20 | জুলাইয়ের ২৬ তারিখে সে লিখে: | 挑战 |
21 | দূর্ভাগ্য আমি এখনো এখানে রাস্তায় আছি… খুবই উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার এটা। | 为了让梦想成真,马尔祖在他的脸书页面上分享了一些他所面临的挑战。 |
22 | আমি এখনো আফগানিস্তানেই সাইকেল চালাচ্ছি। | 七月二十六日,他写道: |
23 | যারা আশার বাণী শুনিয়ে বার্তা দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছু ভালোভাবেই চলছে। | 我还在这里……准备迎接往后路程上会遭遇的灾难: ))),以及令人屏息以待的历险……我还在阿富汗,也还骑着车……感谢你们传来的讯息,既感人又充满关怀;感谢主,一切安好。 |
24 | হিন্দু কুশ (মধ্য আফগানিস্তান থেকে পাকিস্তানের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত বিরাট এক পাহাড়শ্রেণী) অতিক্রম করাই বড়ো চ্যালেঞ্জ: ৫ দিন, ১২০ কিলোমিটার, এবং উচ্চতা ৩৪০০ মিটার। | |
25 | তাছাড়া আমি কাবুল এবং মাজার শরীফের মাঝামাঝি কোথাও আছি। সৌভাগ্যক্রমে তালেবানরা মারজুকে জিম্মি করেনি। | 穿越兴都库什山脉是一段艰辛的挑战,五天、一百二十公里和三千四百公尺的高度;除此之外,我正在喀布尔和马萨沙里夫之间的某处。 |
26 | এক আফগান গ্রামে আমন্ত্রিত অতিথির মতোই রাত্রিযাপন করে। ছবি মারজুর ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া। | 非常幸运地,马尔祖没有落入塔利班(Taliban)手中,变成人质。 |
27 | এর এক সপ্তাহ আগে সে কিছু টিপস শেয়ার করে। | 他倒是受到当地人的欢迎,在一个阿富汗的村庄里度过夜晚。 |
28 | তালেবানরা তাকে বন্দি করলে তিনি কি করেছিলেন টিপস ছিল সে বিষয়ে: | 图自马尔祖的脸书页面。 |
29 | প্রথম শিক্ষা হলো, আফগান সৈন্যরা হুকুম করে: কোনো কারণ ছাড়াই শুধু ইংরেজি বলার জন্য তালেবানরা আমাকে জিম্মি করেছিল। | |
30 | আরবি এখানে খুব দরকারি ভাষা। আমার ধর্ম আমাকে রক্ষা করেছে। | 在一週之前,马尔祖与大家分享了一旦他被塔利班拘留,将要采取的策略: |
31 | আমাকে গুলি করার আগেই আমি সফলভাবে তাদের ব্যাখ্যা করতে পেরেছি যে আমি মুসলিম, এজন্য আমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল… ৫ই আগস্ট সে লিখে: | 第一堂课是阿富汗大兵教我的:一旦沦为塔利班的人质,不论如何都不能说英语,阿拉伯语也许会很有用,你的宗教信仰(伊斯兰教)也可能救得了你。 |
32 | পামির রাস্তা [এই রাস্তা পামির পর্বতের ভেতর দিয়ে মধ্য এশিয়ার আফগানিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান এবং কাজাকিস্তান অতিক্রম করেছে] বন্ধ ছিল… এটা ভ্রমণের কষ্ট বাড়িয়ে দিয়েছিল :/ এই বিস্ময়কর রাস্তাটি হিমালয় অতিক্রম করে তাজিকিস্তান এবং কাজাকস্তানে গেছে, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল… তালেবানের সাথে সংঘর্ষের কারণে… এটা আমার কাছে স্বপ্নের মৃত্যুর প্রতিনিধিত্ব স্বরূপ। | |
33 | কেউ পরামর্শ দিতে পারবেন? | 如果你能在他们一枪轰掉你之前,成功向他们解释自己是穆斯林,那麼你就有机会存活…… |
34 | আগস্টের ১০ তারিখে তার ভ্রমণের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা সে জানায়: | 八月五日,他又写道 [法]: |
35 | অন্য যেকোনো কিছুর চেয়ে আমার বিশ্বাস যাত্রাপথের বাস্তব চ্যালেঞ্জ ছিল প্রশাসনিক এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া। | 帕米尔的道路封闭了……这真是让行程大大复杂了许多:这条经由塔吉克斯坦和吉尔吉斯斯坦、穿越喜马拉雅山脉的路线暂时封闭了……原因在於当地与塔利班的冲突……对我来说,这真是死路一条……有人有任何建议吗? |
36 | আমার তিউনিশিয়ার পাসপোর্ট সাবেক সোভিয়েত দেশগুলোর কর্তৃপক্ষ ভালোভাবেই চেপে ধরেছিল। | 八月十日,他提及这趟历险中最险峻的挑战[法] |
37 | আফগানিস্তানে মারজু সাইকেল চালাচ্ছেন। ছবি ফেসবুক পেজ ফলো মি থেকে নেয়া। | 我认为,这趟历险中真正的一项挑战,大概也是最大的挑战了,就是拿着我亲爱的突尼斯护照,在这些前苏联国家的边关所遭遇的行政障碍。 |
38 | ইরান: প্রথমে শিয়া ইসলামের সাথে সাক্ষাত্ | 马尔祖在阿富汗骑车。 |
39 | ইরানে শিয়া মসজিদ। | 图自马尔祖的脸书页面。 |
40 | সাইকেল নিয়ে দীর্ঘ সাত মাসের ঘোরাঘুরি - এই সময়ের নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে মারজুর। তার ফেসবুকে পেজে এসব অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছেন। | 伊朗:与什叶派(Shia Islam)的第一次照面 |
41 | জায়গা এবং ধৈর্য্য কোনোটাই আমার নেই মারজুর চমত্কার সব অভিজ্ঞতা অনুবাদ করার। | 伊朗的什叶派清真寺 |
42 | আমি সিদ্ধান্ত নিয়েছি তার ইরান ভ্রমণের অভিজ্ঞতা গ্লোবাল ভয়েসেস পাঠকদের কাছে তুলে ধরবো। | 在马尔祖的脸书页面上,他与粉丝分享了许多此生难得一遇的经验,以及他在这次七个月之久的旅程中学到的课题。 |
43 | ইরান শিয়া মুসলিম সম্প্রদায়ের দেশ। | 由於篇幅限制,在此仅译出他在伊朗的故事。 |
44 | আর মারজু সেখানে গিয়েছিল সুন্নী সংখ্যাগরিষ্ঠ একটি দেশ থেকে। উভয়ে মুসলিম হলেও বিশ্বাস ও আচারে পার্থক্য রয়েছে। | 马尔祖来自一个以逊尼派(Sunni)为主的伊斯兰国家,当他到了伊朗时,便与死对头什叶派打了照面。 |
45 | ইরাক এবং লেবাননের মতো দেশে মাঝে মাঝে এই সম্প্রদায়ের মধ্যে সংর্ঘষও বাধে। | 由於信念和实践上的差异,这两大伊斯兰教派有时候会在一些国家如伊拉克和黎巴嫩爆发派系冲突。 |
46 | ১৬ জুলাইয়ে সে নিচের পোস্টটি প্রকাশ করে: | 七月十六日,马尔祖在脸书上如是写道: |
47 | ৭০ দিনে সাইকেলে ৭০০ কিলোমিটার এবং আরো হাজার কিলোমিটার ড্রাইভিং শেষে আমার ইরান অভিজ্ঞতা হয়। আমার ভ্রমণের মধ্যে এটা ছিল খুবই চমকপ্রদ একটা জায়গা, যেটা আমি সবসময় মনে রাখবো। | 在经历七十天、七百公里的骑行和几千公里的路程之后,终於来到了波斯历险记的尾声,这将是我会一直回想起来的一段最密集的旅程,这个充满了对比、生机与渴望的泱泱大国,我会一直忆起这里无与伦比的好客之道,以及人们对於分享的热情。「 |
48 | বিপুল আয়তনের ইরান দেশটিতে মানুষের জীবন এবং তাদের চাওয়া-পাওয়ার বিস্তর ব্যবধান রয়েছে। আমি তাদের নি:স্বার্থ আতিথেয়তা, ভালোবাসা ভাগ করে নেয়ার মানসিকতা মনে রাখবো। | 旅者是神之所爱」阿里(Ali) 的后代都如此深信……(译注:在什叶派中,阿里被视作先知穆罕默德的正统后继者。) |
49 | “অতিথিরা আল্লাহ'র প্রিয়পাত্র”, আলীর বশংধররা এভাবেই চিন্তা করে… [শিয়া ইসলামে আলী হলেন মুহম্মদ (সা:) এর উত্তরাধিকারী]। | |
50 | শিয়া ইসলামের সাথে এই আমার প্রথম সাক্ষাৎ হয়। | 这是我第一次与什叶派的人接触,完全不同於任何我所尊敬的比较之言…… 「你是什叶派或逊尼派?」 |
51 | কোনো তুলনা ছাড়াই আমি একে সম্মান জানাই (…) | 这是人们最常提出的问题。 |
52 | সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হয়েছি সেটা হলো “তুমি কি শিয়া না সুন্নি মুসলিম?” | 「我就是一个穆斯林,如此而已。」 |
53 | “আমি একজন মুসলমান” সবাইকে আমি এটাই বলেছি। | 我总是如是回应。 |
54 | তারপর অদ্ভুতভাবে আকর্ণবিস্তৃত হাসি দিয়ে আমাকে বরণ করে নিয়েছে… | 奇怪的是,而且几乎总是如此,对方脸上会浮现一个大大的笑容。 |