Sentence alignment for gv-ben-20091023-7087.xml (html) - gv-zhs-20091020-4012.xml (html)

#benzhs
1তিউনিশিয়া: নির্বাচনী প্রচারণা বৈধভাবে হচ্ছে না突尼斯:竞选活动异象
2আগামী ২৫শে অক্টোবর তিউনিশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ফলে দেশটিতে সব কিছু উত্তপ্ত হয়ে উঠেছে। ১১ই অক্টোবর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই প্রচারণায় সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদ অংশ নিতে পারছে না।突尼斯将于10月25日举行总统大选,竞选活动于10月11日正式起跑,但并非所有政党与候选人能够参加,其中「革新党」(Attajdid)的 海报都不见踪影,该党也无法从事竞选活动,政府甚至还查扣该党党报《Attariq Al Jadeed》(新取向),却没有令人信服的理由,博客Sofiene Chourabi指出:
3নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারা দলের মধ্যে অন্যতম হল আততাজাদিদ (নবোদয় দল), নির্বাচনী প্রচারণায় যাদের কোন পোস্টার নেই।
4দলটিকে নির্বাচনী প্রচারণা চালানোর কোন অনুমতি দেওয়া হয় নি এবং কর্তৃপক্ষ কেবল এই কাজটিকেই যথেষ্ট বলে মনে করেনি, তারা দলের মুখপাত্র “আততারিক আল জাদেদ”(নতুন পথ) নামের পত্রিকাকে সেন্সর (নিষিদ্ধ) করেছে, এবং এটি করা হয়েছে কোন যৌক্তিক কারণ ছাড়াই।
5যেমনটা ব্লগার সোফিয়েনে চৌরাবি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন: ১০ই অক্টোবর শনিবার সন্ধ্যাবেলা স্বরাষ্ট্রমন্ত্রী, আততারিক আল জাদিদ সংবাদপত্রের উপর আইনের ১৪৯ নম্বর ধারা প্রয়োগ করেন।10月10日晚间,内政部查扣所有第149期《新取向》报,告知业主的没收理由是因为,竞选活动应于10月11日才开始, 该期报 纸却在10月10日便刊登「革新党」的两项竞选政见,但这种理由根本站不住脚,因为这期报纸在10月10日印制,就是准备在10月11日发行,届时即可合 法竞选。
6এই কাজটি করা হয় এভাবে, উক্ত প্রেস থেকে ছাপা হওয়া ১০ই অক্টোবরের সকল পত্রিকা সংগ্রহ করা হয় ও এর মালিককে জানানো যে উক্ত তারিখে আততাজাদিদ দলের নির্বাচনী লিখিত প্রচার পত্র ছাপা হয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ ১১ই অক্টোবর, সেখানে এই প্রচার পত্র ছাপানোর কাজ বেআইনী।
7এই যুক্তি অর্থহীন, কারণ উক্ত লিখিত বক্তব্য ছাপা হয়েছিল অক্টোবরের ১০ তারিখ শনিবারের দিনে, কিন্তু তা পরের দিন ১১ তারিখ রোববারে বিলি করা হত, যেদিন ছিল প্রচারণা শুরু করার দিন।
8অন্যদিকে শাসক দলের প্রার্থী-তিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জিনে এল আবিদিনে বেল আলির-পোস্টারে সব এলাকা ছেয়ে গেছে এবং কখনো কখনো তা অবৈধ ভাবে লাগানো হয়েছে। প্রচারণা চালানোর উদ্দেশ্যে তাকে বেশ কয়েক বার টেলিভিশনে দেখা গেছে এবং নির্বাচনী বিধি অনুসারে এই কাজটি বৈধ নয়।另一方面,现任总统、执政党候选人阿里(Zine El Abidine ben Ali)的照片却随处可见,有时甚至是违法张贴,他也多次上电视宣传,但这种行为也不容于选举法,Kisses from Tunisia提到此事,还张贴选举法照片,以及阿里在民营电视频道为执政党宣传的画面。
9কিসেস ফ্রম তিউনিশিয়া এই বিষয়টি সম্বন্ধে লিখেছেন।校对:Soup
10তিনি নির্বাচনী বিধি থেকে একটি ছবি এবং এক ব্যক্তিগত টিভি চ্যানেলে শাসক দলের প্রার্থী যে দলের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে তার দৃশ্য তুলে ধরেছেন।