# | ben | zhs |
---|
1 | ল্যাটিন আমেরিকা: রুপকথা, ভুত, দানব আর ভীতি | 拉丁美洲:传说、魔鬼、恐惧 |
2 | পূর্ণিমার ছবি ইরারগেরিশেরল্যাটিন আমেরিকার পৌরাণিক কাহিনীর ভান্ডার বেশ সমৃদ্ধ: কিছু গল্প আমাদের কাছে এসেছে ইনকা, মায়া বা অ্যাজটেক সভ্যতার কাছ থেকে, আর অন্যগুলো ইউরোপ থেকে ঔপনেবেশিকবাদীদের আমদানী। | |
3 | এই ল্যাটিন আমেরিকা সংক্রান্ত বহুজাতিক লেখার প্রথম ভাগে, আমরা জনপ্রিয় কিছু রুপকথা আর লোককাহিনী শোনাবো যেমন লোরোনা, সেগুয়া, কাডেজোস আর শয়তানের বাতি। | |
4 | আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে বিভিন্ন রুপকথা আর লোককাহিনী। | 满月照片来自Irargerich |
5 | নিনা মাগিদ তার ‘ভীতি আর ভয় দেখানো' নামক লেখায় (স্প্যানিশ ভাষায়) উল্লেখ করেছেন যে এইসব গল্প সাধারনত আগুনের চারপাশে বসে প্রথম পুরুষে বলা হতো, আর আমি তার সাথে একমত। এইসব গল্পের স্থানীয় সংস্করণ আমি ছুটির সময়ে শুনতাম গ্রামের কোন খামার বাড়িতে খাওয়ার টেবিলের চারদিকে সবাই বসে যখন শুধু একটি কেরোসিন বাতির আলো আমাদের মুখের উপরে থাকত। | 拉丁美洲神话传说相当丰富,有些远自印加、马雅、阿兹提克等古文明流传而来,也有些在欧洲殖民时期传入,在这篇跨越拉美多国的文章里,将带各位认识the Llorona、the Cegua、the Cadejos、the Evil Light等知名神话与传说。 |
6 | কুকুরের কোন কারন ছাড়া ডেকে উঠলে বা গভীর রাতে ঘোড়া ছোটার শব্দ শুনলেই এইসব গল্প মনে পড়ে যেত। | 神话与传说植于文化中,Nina Maguid在「害怕与恐惧」这篇文章中提到,故事通常以第一人称叙述,也常围着火堆口耳相传。 |
7 | নিনা তার মার আর্জেন্টিনার বাড়ীতে বিখ্যাত তিনটি ভীতিকর গল্পের কথা বলেছেন: রহস্যময় আলো, বিধবা আর শুয়োর। | 笔者非常同意这项说法,从前常在度假时听闻这些故事,一群人坐在乡村小屋的餐桌旁,摇曳的煤油灯照亮大伙的脸庞,总因为静夜里不明狗吠声或马蹄声,让某人想起什么故事。 |
8 | ভীতিকর জীব যা আপনাকে খেতে আসে: ছবি কেভিনদুলেইর সৌজন্যে | Nina Maguid说她母亲来自阿根廷,家乡最令人害怕的三件事物包括恶光、寡妇与猪只。 |
9 | এল ব্লগ দো ওরো এর কমোদিন বলছেন এই রহস্যমাখা আলো ব্যবহার করা হয় গুপ্তধন খোঁজার কাজে: যদি এটা সাদা আলো হয়, তাহলে এটা সোনা আর রুপার গুপ্তধনের ইঙ্গিত দেবে। | |
10 | যদি লাল হয়, তাহলে তাদেরকে পালাতে হবে, যেহেতু শয়তান এখানে আছে। | 撞至眼前的可怕生物照片来自kevindoolay |
11 | এই রুপকথা শুধুমাত্র আর্জেন্টিনায়ই বিদ্যমান এমন নয়: সারা বিশ্বে মানুষ গোধুলীর এইসব রহস্যময় আলোর মানে বলার চেষ্টা করেছে, যেমন স্পেন আর চিলিতে। রুপকথার বিধবা হচ্ছে ভালোবাসাহীন এক নারী, যে তার স্বামী তার সাথে অবিশ্বস্ত ছিল জানার পরে মারা গিয়েছিল। | Comodín at El Blog de Oro表示,这道光能用来寻宝:若是白光,就代表着金银财宝;若是红光,人们便纷纷走避,因为代表恶魔到来。 |
12 | সে তখন শয়তানের সাথে চুক্তি করে পৃথিবীতে সারা জীবনের জন্য থেকে এই অবিশ্বস্ততার প্রতিশোধ নেয়ার। | 这种传说绝非阿根廷独有,对于出现在薄暮时分的神秘光束,世界各地的人们都试图加以解释,例如在智利或西班牙。 |
13 | সে একা চলা পুরুষ ঘোড়সওয়ারীদের ঘোড়ার উপর লাফিয়ে পড়ে তাদের পিছনের আসনে চড়তো, আর তারা যদি ভয় পেতো তাহলে সে তাদের মেরে ফেলতো। বেঁচে থাকার একমাত্র উপায় ছিল একটি ক্রুশ সাথে থাকা আর ভয় না পাওয়া। | 「寡妇」的故事则是传说有位女性在爱情中不受重视,发现丈夫偷腥后死去,后来与魔鬼签下契约,永远在世间寻找报复机会,她会跳上单身男子的马匹共骑,若男子感到害怕,就会遭到杀害,唯一能逃过一劫的方式,唯有携带念珠或十字架,并且不露惧色。 |
14 | এই রুপকথা আর্জেন্টিনার লোককাহিনীতে এমনভাবে গেঁথে আছে যে এখনও কোন অপ্রত্যাশিত বা অনভিপ্রেত ঘটনার কথা বোঝাতে ‘বিধবার আগমন' বলা হয়। | 这个传说已深植阿根廷民俗文化中,「寡妇来访」一词今日即代表意外或不愉快的事件。 |
15 | এল লোকো বেন্ডার (পাগল বেন্দার) ও কালো বিধবাকে নিয়ে লিখেছে, আর এই রোম খাড়া করা গল্পের সাথে আর একটু নাটকীয়তা জুড়ে দিয়েছে এই কথা দিয়ে যে যেসব অবিশ্বস্ত পুরুষদের সাথে এই বিধবা দেখা করবে তাদের ধীর আর কষ্টদায়ক মৃত্যু হবে। | |
16 | কোস্টা রিকায় একই ধরনের একটা রুপকথা আছে লা সেগুয়া নামে। লা সেগুয়া তার চিত্তাকর্ষক আবয়ব দিয়ে মুগ্ধ করে একা আর অবিশ্বস্ত পুরুষদের ঘোড়ার সওয়ারী হবার অনুরোধ করবে। | El Loco Bender博客也提到「黑寡妇」传说,更为这个可怕故事多增添一点细节,指善变或偷情的男子若遇上黑寡妇,便会孤独且痛苦地在漫长过程中死去。 |
17 | কিন্তু একবার ঘোড়ার উপরে উঠতে পারলে, পুরুষরা পিছনে ফিরলে দেখতে পারবে যে তার মুখ একটা ঘোড়ার খুলির মতো পঁচা মাংসে ঢাকা আর সে তাদের গালে কামড় দিয়ে তাদেরকে অবিশ্বাসী হিসাবে চিহ্নিত করবে। | |
18 | কিন্তু ব্লগার এলিমেন্তাল লিখেছে যে এর পরিণতি আরও খারাপ হতে পারে: সব অবিশ্বাসী পুরুষ তাদের চোখ খোলা রেখে মারা যায়, আর যারা অবিশ্বস্ত ছিল না তারা বেঁচে যায়, কিন্তু বাকি জীবনের জন্য খোঁজা হয়ে যায়। এলিমেন্তাল কাডেজোস নিয়েও লিখেছে যা একটা পিশাচ কুকুর। | 哥斯达黎加也有类似传说名为la Cegua,她会用美貌吸引独行的偷腥男子,要求他们载她一程,但只要让她上马,男子再回头看,便会见到她的脸面已变成挂着腐肉的马骷髅头,她会咬住男子的脸颊,做为男子不忠的证明;但博客Elemental表示,结果可能更加可怕:偷腥男子死去时表情因害怕而瞪上双眼,未曾不忠的男子虽能保住性命,但将终生不举。 |
19 | রাত্রে ভারী শিকল টানার শব্দ করে সেটি বের হয়, যদিও শেকলকে দেখা যায় না। ছোট বাছুরের আকৃতির এই কুকুরের রয়েছে জটা লাগা লোম, বড় বড় দাঁত আর জ্বলজ্বলে চোখ, নাক আর কান আছে। | Elemental还提及Cadejos,这只魔犬夜里出现时,会伴随着锁链拖地声,但人们什么也看不到,魔犬体形如小牛,毛发纠结、犬牙巨大,眼鼻口极为凶恶,令调皮孩童、任性男子或农场动物感到恐惧。 |
20 | তার পথে যে পড়বে, দুষ্ট বাচ্চা থেকে যে কোন লোক অথবা পশু, সেই ওকে ভয় পাবে। তবে এই ভীতিকে সুবিধাজনক হিসাবে দেখা হয়, যেহেতু এই কুকুর মাতাল লোকের সাথে হেঁটে দেখে যে সে ঠিকমতো বাড়ী পৌঁছায় কিনা। | 不过这只魔犬其实很友善,会伴随酒醉男子前行,确保他们平安返家,甚至保护他们不受「哭泣女子」(La Llorona)或一般窃贼骚扰。 |
21 | এমনকি রাতের অন্যান্য খারাপ জিনিষ যেমন লা লোরোনা বা সাধারণ চোর থেকে তাদেরকে রক্ষা করবে। | |
22 | গুয়েতেমালায়, অবশ্য তারা মনে করে যে এই কুকুরের দুইটা ধরন আছে: সাদা আর কালো। | 危地马拉人认为有黑白两种魔犬,白犬会保护同行者,Mrs. |
23 | সাদা কুকুর যার সাথে হাঁটবে তাকে রক্ষা করবে আর ডেগুয়েটা. কম এ মিসেস আর্জেন্টিনা বার্সিয়া বলেছেন কি করে কাডেজোস তাকে তার বাবার মৃতদেহের কাছে নিয়ে গিয়েছিল। | Argentina Barcia在Degate.com表示,魔犬曾帮助她找到父亲的遗体;El Blog Chapin博客的故事则让人起鸡皮疙瘩,指称魔犬会出现在居住于农场的城市人面前,而当乡村民众警告有魔犬出没时,又该如何谨慎注意。 |
24 | এল ব্লগ চ্যাপিনে আর একটা রোম খাড়া করা গল্প বলে এল কাডেজোস কি করে একটা লোকের কাছে এসেছিল আর যখন অলৌকিক কিছুর সাবধানবাণী দেশের লোক দিত মানুষ কেমন করে মেনে চলতো। | |
25 | লা লোরোনা, ছবি তুলেছেন রেয়ারওয়ার্ল্ডস | 「哭泣女子」照片来自rareworlds |
26 | আজকের শেষ লোককাহিনী লা লোরোনা, যার কারনে সঙ্গম ইচ্ছুক বিড়ালকে আমার ছেলেবেলায় আমি অনেক দিন পর্যন্ত ভয় পেতাম। | |
27 | লা লোরোনা হচ্ছে একটি “ক্রন্দণরত মহিলা” আর এটা বেশ কয়েক দেশে ভীতির একটি উপকরণ। মেক্সিকো থেকে চিলি পর্যন্ত, লা লোরোনা পানির কাছে থাকে (যা আপনার বাড়ীর পানির চৌবাচ্চাও হতে পারে) আর তার হারিয়ে যাওয়া বাচ্চার জন্য কাঁদে। | 最后一个传说关于「哭泣女子」,这个故事出现在许多国家,让笔者小时候都很怕猫,从墨西哥到智利,传说哭泣女子都出现在水边(包括你家花园的水池),为她走失的孩子而哭泣,她也许只是为了吓人;但如果是在哥伦比亚,哭泣女子会说自己很累,希望你帮她抱一下手中的婴儿,如果你抱起婴儿,自己就会变成哭泣女子,得找到下个替死鬼才能脱身。 |
28 | সে সেখানে আপনাকে শুধু ভয় দেখানোর জন্য থাকতে পারে, বা আপনি যদি কলোম্বিয়ায় থাকেন সে আপনাকে তার বাচ্চা এক সেকেন্ডের জন্য ধরতে বলতে পারে যেহেতু সে খুবই ক্লান্ত। | |
29 | আর তার পরে আপনি নিজে লা লোরোনা হিসাবে অভিশপ্ত হবেন যতদিন না কেউ এই বোঝা আপনার কাছ থেকে নেয়। কি করে তার বাচ্চা হারিয়ে গিয়েছিল তার গল্প একেক দেশে একেক রকম, কিন্তু বেশীরভাগ গল্পেই একই ধরণের কিছু বিষয় আছে। | 哭泣女子如何失去孩子的故事在各国众说纷纭,但都有类似的元素,一说是她嫁给富豪,却遭到抛弃,因愤怒而淹死两人所生的孩子,事后感到懊悔;其它版本如年轻的古怪女子把孩子放在河边,认为安全无虞后便离开去跳舞,后来河水上涨把孩子带走,故女子从此出现于河边,询问每个人有没有看见她的孩子。 |
30 | এক গল্পে আছে যে এক মহিলা তার থেকে ধনী পুরুষ বিয়ে করেছিল, উপেক্ষিত আর পরিত্যক্ত হবার পর তার রাগ উপশম করতে চেয়েছিল বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলে, আর পরে তার এই সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছিল। | |
31 | আর এক সংস্করনে একজন চঞ্চল তরুণীর কথা আছে যে তার বাচ্চাকে নদীর ধারে একটা পাথরে রেখে নাচ করতে যায় এই ভেবে যে ওখানে তার বাচ্চা নিরাপদ থাকবে, আর তার পর নদীর পানি বেড়ে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে যায়, আর তাই এই মহিলা নদীর কাছে থাকে আর সবাইকে জিজ্ঞাসা করে যে তারা তার বাচ্চাকে দেখেছে কিনা। | |
32 | নিম্নের পাব্লো আর ফ্রান্সিস্কো সেস্পেডেস জুনিয়র দ্বারা নির্মিত কোস্টারিকান স্বল্প দৈর্ঘ অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আসুস্তো'র ভিডিও দেয়া হলো। এটি কোস্টারিকার বেশীরভাগ লোককাহিনী দেখায় যার মধ্যে উল্লেখযোগ্য ষাড় বিহীন গাড়ী আর মাথা বিহীন পাদ্রী। | 以下这部动画短片《Asusto》来自哥斯达黎加,由Pablo 与Francisco Céspedes Jr制作,包括许多哥国传说,如无牛牛车与无头神父等,内容毋需翻译,因为当人们忙着远离恐惧时,似乎不需要言语。 |
33 | কোন ভাষান্তর দরকার নেই: কারন যখন আপনি ব্যস্ত থাকবেন একের পর এক ভীতি থেকে পালাতে মনে হয় কথার কোন দরকার নেই। | 校对:Soup |