# | ben | zhs |
---|
1 | মায়ানমার: অবশেষে মুক্তি পেলো সু কি বিগত ২১ বছরের মধ্যে ১৫ বছর বন্দী জীবন যাপন করার পর অবশেষে এখন তিনি মুক্তি পেলেন। | 缅甸:翁山苏姬终于获释 |
2 | বার্মার গণতন্ত্রের প্রতিভূ এবং বিরোধী দলীয় নেত্রী অং সান সু কি রবিবার বিকেলে মায়ানমারের আর্মি সমর্থিত সরকার কর্তৃক বন্দী দশা থেকে মুক্তি পান। | |
3 | ঐ দিনটি ছিল দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের এক সপ্তাহ পরের দিন যেখানে প্রতিনিধিত্ব করেছে শুধু ক্ষমতাসীন প্রশাসনের প্রার্থীরা। | 过去21年间,翁山苏姬前后遭软禁15年,如今终于自由,缅甸军政府于星期六下午释放这位民主人士与在野领袖,与亲政府候选人大胜的全国大选只相隔一星期。 |
4 | দ্যা ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা তার মুক্তির প্রথম কয়েক মিনিট এর ভিডিও চিত্র ধারন করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে সু কি তার লেক পার্শ্ববর্তী বাড়ীর নিকট সমর্থকদের প্রতি হাত নাড়ছে। | The Democratic Voice of Burma记录她获释后的几分钟画面,许多支持者群集在她的湖边小屋前。 |
5 | ভিমিও এ ডিভিবিটিভি ইংলিশ হতে নেয়া অং সান সু কির মুক্তির দৃশ্যঅং সান সু কির মুক্তির দৃশ্য। from on . সুকি এই সপ্তাহের শেষে তার গুহবন্দীত্ব আদেশ শেষ হবার দিন মুক্তি পাবে এমন খবর গত বৃহস্পতিবার হতে ছড়িয়ে পড়েছিল। | AUNG SAN SUU KYI RELEASED from DVBTV English on Vimeo. |
6 | প্রতিবেদন এ উল্লেখ করা হয়েছিল যে সে তার মুক্তির কাগজপত্রে ১২টার দিকে স্বাক্ষর করবে। | 翁山苏姬获释,來自Vimeo的DVBTV English |
7 | এমনকি সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর সদস্যরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সচিবালয় দপ্তর তার মুক্তির প্রত্যাশায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছিল। শুক্রবার, ইয়াঙ্গুন এ এনএলডি দপ্তরের সামনে ৫০০'র বেশী মানুষ জড়ো হয়, সকলে অপেক্ষা করছিল “আন্টি সু এর মুক্তি” এর জন্য। | 消息在本周四传出,指称星期六软禁期限结束时,翁山苏姬可能获释,据报导,她在当天中午12点左右签署相关文件,她领导的“全国民主联盟”也开始打扫总部秘书处,准备迎接她获释;星期五,“全国民主联盟”在仰光(Yangoon)的办公室外,已聚集约500人,等待翁山苏姬重获自由,总部前的一张布条写道,“今天是她出狱之日”。 |
8 | কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ব্যানারে লেখা ছিল “আজ তার মুক্তির দিন”। | 超过百名“全国民主联盟”党员及支持者也到医院捐血,以吸引外界注意此事。 |
9 | ১০০'র বেশী এনএলডি সদস্য এবং সমর্থকরা একটি স্থানীয় হাসপাতালে রক্ত দান করে তার মুক্তির খবর এর প্রতি মনোনিবেশ ঘটানোর উদ্দেশ্যে। | 由于星期五时,缅甸最高法院驳回她对软禁的上诉案,让人担心她究竟会不会获释。 |
10 | এই শুক্রবার গৃহবন্দীর বিরুদ্ধে সু কি ‘র করা শেষ আপিল যখন বার্মার সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তখন তার মুক্তি সন্দেহজনক হয়ে পড়ে, যা মানুষকে উদ্বিগ্ন করে এই কারনে যে সে মুক্তি আদৌ পাচ্ছে কি না। | |
11 | ইতিমধ্যে, আং সান সু কির ছেলে কিম আরিস মায়ানমার গমনের জন্য তার ভিসার অনুমোদন পেয়েছে। | 另一方面,翁山苏姬之子Kim Aris也顺利取得入境缅甸的签证。 |
12 | অবশেষ এখন সু কি মুক্ত হলো, মুক্ত তথ্য মাধ্যম দ্যা ইরাওয়াতি এর পাঠকদের কাছে সু কির নিকট প্রস্তাবনা ও অন্যান্য বিষয় উপস্থাপন করার আহ্বান জানিয়েছে। | 在她获释后,独立媒体网站The Irrawaddy欢迎读者提供想法及建议给她。 |
13 | একজন নোবেল বিজয়ী সুকি গুহবন্দীত্ব হতে মুক্ত হবার পর সারা বিশ্ব আনন্দ উৎযাপন করেছে। | 世界各地都很高兴这位诺贝尔和平奖得主获释,Twitter用户使用#aungsansuukyi这个标签,加入庆祝她获得自由的行列。 |
14 | টুইটারের ব্যবহারকারীরা #অংসানসুকি এই হ্যাশ ট্যাগ ব্যবহার করেছে সুকির মুক্তি উৎসব পালনের জন্য বিশ্বব্যাপী আলাপচারিতায়। | 校对:Soup |