# | ben | zhs |
---|
1 | ফিলিপাইন্স: নৃত্যরত বিমানবালারা | 菲律宾:动感空服员 |
2 | ইউটিউবের সাম্প্রতিক একটি হিট ভিডিও হচ্ছে ফিলিপাইন্স এর একটি বাণিজ্যিক বিমান সংস্থার বিমানবালাদের চটুল সঙ্গীতের তালে নৃত্যের মাধ্যমে বিমানের নিরাপত্তার ব্যাপারটি অবহিত করা। | |
3 | একজন বিমান কর্মকর্তার উদ্ধৃতি অনুযায়ী নৃত্যের মাধ্যমে বিমানের নিরাপত্তার বিষয়গুলো প্রদর্শন সেবা এবং বিনোদনকে একীভূত করার একটি মাধ্যম মাত্র। | 菲律宾一家航空公司的空服员示范机上安全设施时,搭配流行音乐一同表演,这段影片最近在YouTube网站上相当热门。 |
4 | “নৃত্যের মাধ্যমে বিমানের যাত্রীদেরকে নিরাপত্তার ব্যাপারে অবহিত করা আমাদের দেশীয় প্রতিভা এবং বিনোদনমূলক সংস্কৃতির একটি বাহ্যিক প্রকাশ। | 一名航空公司人员表示,这段机上安全措施舞蹈,只是为了结合娱乐与服务。 |
5 | বিশ্বব্যাপী বিমান যাত্রীদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমরা এই পরিবেশনাটি আরও বেশী পরিমানের ফ্লাইটে শুরু করার আশা রাখি।” | 我们想透过这段机上安全措施舞蹈,同时展现快乐文化及本地才能,因为获得全球广大民众好评,我们计划将这项服务落实在更多航班中。 |
6 | সেবু প্যাসিফিক ফিলিপাইন্স এর একটি কম পয়সার বিমান পরিচালনা সংস্থা যারা স্থানীয় বিমান পরিসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। | 宿雾太平洋航空公司是菲律宾一家廉价航空,在国内航空业市占率颇高。 |
7 | তবে বিমান বালা ও স্টিউয়ার্ডদের একটি সংস্থা এই পরিবেশনা এবং তার ভিডিওর বহুল প্রচার নিয়ে শংকিত। | 但对于这种手法以及影片在網絡上流传,空服员协会却感到不安: |
8 | প্রথম দৃষ্টিতে এটিকে দর্শকদের আকৃষ্ট করার একটি কৌশল বলে মনে হতে পারে, তবে এর ফলে ভবিষ্যৎে বিমানবালাদের বিনোদনদাত্রী হিসেবে ভাবার অবকাশ রয়েছে যাত্রীদের ভেতরে। | 乍看之下,这只是种吸引乘客的手法,无伤大雅,但将空服员视为娱乐人员,让女性空服员跳舞,这种刻板印象长期肯定将导致负面效果与性别偏见。 |
9 | এই লিঙ্গবৈষম্যকারী পরিবেশনা ১৯৫০ এবং ১৯৬০ এর দশকের দিনগুলোর কথা স্বরণ করিয়ে দেয় যখন বিমানবালারা ছোট স্কার্ট বা প্যান্ট পরে পুরুষ বাণিজ্যিক যাত্রীদের মনোরঞ্জনের চেষ্টা করত। | |
10 | আর যাত্রীদের সামনে তাদের নাচতে বাধ্য করা এটিকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যায়। ৩০শে সেপ্টেম্বর থেকে এই পোস্ট লেখার সময় এই ভিডিও ৬,৮৬৬,০০৬ বার দেখা হয়েছে। | 这种性别包装手段让人想起,五零及六零年代曾有一段不光彩的故事,当时女性空服员得穿着短裤及迷你裙,以吸引男性居多的商务旅客,让她们在乘客面前跳舞,等于让空服员的地位跌至新低。 |
11 | এটি ইতিমধ্যে অনেক ইউটিউব পুরস্কারও পেয়েছে, যেমনটি টেকপিনাস জানিয়েছে। এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক আর টুইটারে অনেক ভাল অথবা ঋণাত্মক মন্তব্য পেয়েছে। | 笔者撰稿之时,这段影片自9月30日上传,已累积6,866,006浏览人次、13,720人喜欢、529人不喜欢,Techpinas指出,这段影片也登上许多YouTube排行榜。 |
12 | অনেকেই নিরাপত্তার বিষয়গুলো প্রদর্শনে নতুনত্ব আনায় বিমানবালাদের প্রশংসা করেছেন। তবে এই ভিডিওর বিপক্ষে মন্তব্যকারী অনেকেই লিঙ্গবৈষম্যের এবং যৌনআবেদন ব্যবহারের বিষয়টি তুলে ধরেছেন। | 包括在Youtube、Facebook、Twitter等网站上,这段影片都吸引众多正反评价,许多人赞扬,这些空服员让安全措施示范不再那么无趣,批评者则谴责影片彰显性别主义与性别歧视,以下是几则在Facebook网站的留言。 |
13 | ফেসবুকে কিছু মন্তব্যের উদাহরণ: স্যামুয়েল রাতের্তা আমি এটি পছন্দ করেছি। | Samuel Ratera我喜欢这段影片,乘客因此更注意机上安全措施,而且她们也只是在航程一开始跳舞。 |
14 | বিমানবালাদের এই অভিনব প্রদর্শনের সময় যাত্রীরা আরও মনোযোগী হয়েছে নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে। | Prince Valdez老实说吧,性的确有市场。 |
15 | আর তারা শুধু শুরুতেই নেচেছে - বাকী সময় নয়। প্রিন্স ভালদেজ মেনে নিন যে যৌনআবেদন কাটতি বাড়ায়… টিনে সাবিলো যৌনআবেদন কাটতি বাড়ায়… কারন আমরা এরকম সস্তা বিপণন প্রচেষ্টাগুলোকে পাত্তা দেই। | Tine Sabillo性之所以有市场,是因为我们容忍如此廉价的行销手段,也有许多不那么年轻的空服员在争取平等,毕竟他们是专业安全人员,这不是选美或才艺竞赛,旅行是必要之举,纵然空服员并不惹火或美丽,人们还是得搭机,工作场合不该有性别或年龄歧视。 |
16 | আর হ্যা, অনেক বিমানবালারা এত কমবয়সী নয়। তারাও সমান অধিকারের জন্যে লড়ছে। | Mabel Balanquit这有什么好吵? |
17 | তারা সবাই নিরাপত্তা কর্মী, সুন্দরী প্রতিযোগীতার মডেল নয়। | 这个策略很好,很有娱乐效果。 |
18 | বিমান বালারা দেখতে সুন্দর হোক বা না হোক যাত্রীরা বিমানে চড়বে - কারন ভ্রমণ একটি নিত্যপ্রয়োজনীয় ব্যাপার। কর্মক্ষেত্রে লিঙ্গ ও বয়স বৈষম্যের প্রতি না বলুন। | Rey Refran“倒退回五零及六零年代,空服员当时得穿着短裤及迷你裙,以吸引男性居多的商务旅客”,<-只有我看到菲律宾麦卡锡主义再现的迹象吗? |
19 | মাবেল বালান্কুইত এটা নিয়ে এত শোরগোল কেন? এটি খুব সুন্দর উদ্যোগ। | 缩图来自Flickr用户georgeparrilla,依据创用CC授权使用 |
20 | এটি বিনোদনমূলক রে রেফ্রান ”১৯৫০ এবং ১৯৬০ এর দশকের দিনগুলোর কথা স্বরণ করিয়ে দেয় যখন বিমানবালারা ছোট স্কার্ট বা প্যান্ট পরে পুরুষ বাণিজ্যিক যাত্রীদের মনোরঞ্জনের চেষ্টা করত” - আমি একটি উদ্বেগজনক তুলনা দেখছি। | |
21 | থাম্বনেইল ছবিটি জর্জপারিল্লার ফ্লিকার পাতা থেকে নেয়া এবং ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন্স ২. ০ লাইসেন্সের আওতায় ব্যবহৃত | 校对:Soup |