# | ben | zhs |
---|
1 | ব্রুনাই: খ্যাতির পাসপোর্ট – রিয়েলিটি শো | 文莱:歌唱选秀节目当红 |
2 | অন্য যে কোন দেশের মতো ব্রুনাইএর নিজের পছন্দের রিয়েলিটি শো (বাস্তব জীবন নিয়ে অনুষ্ঠান) আছে প্রতিযোগীতার মাধ্যমে তাদের প্রিয় গানের শিল্পী (আইডল) পছন্দের। | |
3 | দ্বিতীয়বারের মত খ্যাতির পাসপোর্ট (পি২এফ) প্রতিযোগীতা সম্প্রতি তার চুড়ান্ত পরিণতিতে পৌঁছেছে যেখানে দায়াত জয়ী হয়েছেন। রানোআদিদাস ব্লগ শেষ কনসার্টের কথা জানিয়েছে এই পোস্টে যেখানে দায়াতকে জয়ী হিসাবে ঘোষনা করা হয় আর গায়কের সাক্ষাৎকার এখানে নিয়েছে। | 就像其它国家一样,文莱也有自己的歌唱选秀实境节目,「Passport to Fame」节目第二季最近达到高潮,宣布由Dayat夺冠,RanoAdidas在这篇文章中报导最后一场演唱会的情况,也访问这位歌手: |
4 | “কি চমৎকার একটা পরিসমাপ্তি!!! চুড়ান্ত পর্যায়ে আসা প্রতিযোগীদের মধ্যে দায়াত একজন ছিলেন। | 总决赛真是精彩! |
5 | সাতটি পর্বের কনসার্ট লেগেছে ঠিক করতে যে চ্যাম্পিয়ন কে হবে আর দায়াত এটার পুরোপুরি যোগ্য। সেই রাতের সব থেকে বড় উচ্ছ্বসিত সম্বর্ধনাও সে পেয়েছে কারন এজে চুড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে পারেনি। | Dayat原本在决赛选手中便颇受好评,选手必须参加七场演唱会才能决定冠军,他的结果实至名归,当晚虽然AJ无缘晋级总决赛,Dayat仍获得最热烈的掌声,他最后演唱This is the moment这首歌曲,在三名选手中获得最多票数而称王。 |
6 | সে চুড়ান্ত গানটা গায়- এটাই সেই নির্ধারণী মুহূর্ত- আর তিনজন চুড়ান্ত প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হিসাবে বের হয়ে আসে সব থেকে বেশী ভোট পেয়ে। | |
7 | দায়াত ব্লগের জগতের সাথে আগুন্তুক না কারন সে নিজেও একজন ব্লগার। আপনি তার ব্লগ এখানে পড়তে পারেন। | Dayat在博客圈并不陌生,他自己也有博客,以英文和马来文记录比赛经历。 |
8 | তার ব্লগ যা মালয় আর ইংরেজীতে লেখা সেখানে প্রতিযোগীতায় তার যাত্রার কথা বলা আছে। কোন প্রতিযোগিতা বির্তক ছাড়া উত্তীর্ণ হয় না। | 每个比赛都会有争议,另一位参赛者Zayn Sabn在My Skeptical Views博客中,与歌迷及读者报告比赛最新消息,也提到观众对评审和参赛者的批评: |
9 | ধন্যবাদ মাই স্কেপ্টিকাল ভিউস ব্লগের জৈন সাব্রিকে যিনি এই প্রতিযোগিতার অন্যতম সংগঠক ছিলেন। | |
10 | তিনি পি২এফ ভ্ক্ত আর তার পাঠকদের সাথে ভাগ করতে পেরেছেন প্রতিযোগিতার সর্বশেষ ঘটনা আর বিচারকদের বির্তক আর প্রতিযোগীদের উপরে দর্শকের সমালোচনা। | |
11 | “আমি অনেকে মন্তব্য আর সমালোচনা পড়েছি আর শুনেছি পি২এফ অনুষ্ঠানের জুরীদের আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যাপারে। কেউ কেউ বলেন যে জুরীরা পক্ষপাতদূষ্ট আর অনভিজ্ঞ প্রতিযোগীদের নাম্বার দেবার ব্যাপারে। | 我听闻许多关于比赛过程及评审的批评与意见,有些人认为评审明显偏颇,也不懂得如何给份,若仔细看看评审们的背景,不可否认每位评审和文莱民众都有差异,四位评审各有好恶,专业背景(甚至是音乐背景)也各有不同。 |
12 | আমরা যদি প্রত্যেক জুরির ব্যক্তিত্বকে গভীর থেকে দেখি, আমাদের অস্বীকার করার কোন উপায় নেই যে তারা ব্রুনাইএর বাকি জনসংখ্যার তুলনায় স্বতন্ত্র ব্যক্তি। | |
13 | চার জনের ভিন্ন ধরনের পছন্দ আর অপছন্দ, তাদের বিভিন্ন চাকুরিগত অভিজ্ঞতা আর এমনকি তাদের সংগীত সম্পর্কে আলাদা ধারনা রয়েছে।” | |
14 | জৈন পেলাঙ্গি নেটওয়ার্কের একজন রেডিও ডিজে এবং তার অনুষ্ঠান ব্যবহার করেন প্রতিযোগীদের তুলে ধরতে। | Zayn Sabn也是Pelangi Network电台的DJ,也透过节目介绍参赛者,请看以下这段YouTube影片: |
15 | ইউটিউবের ভিডিওটা এখানে দেখেন: | 校对:Soup |