# | ben | zhs |
---|
1 | আমেরিকা: ব্রাউন বিশ্ববিদ্যালয়ে কলম্বাস দিবস উদযাপন আর নয় | 美国:布朗大学停用「哥伦布日」 |
2 | স্থানীয় আমেরিকান আর ছাত্রদের প্রতিবাদের জবাবে, আমেরিকার সম্মানিত ব্রাউন বিশ্ববিদ্যালয় জাতীয় ছুটির নাম কলম্বাস দিবস থেকে পাল্টিয়ে ‘শরৎ সপ্তাহান্ত' করেছে তাদের একাডেমিক ক্যালেন্ডারে। | |
3 | ফলে সেই ছুটিটি বদলেছে যা ১৪৯২ সালে আমেরিকার আবিষ্কারক ইউরোপীয় পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাসের সম্মানে পালন করা হত। | |
4 | ব্লগাররা এই নিয়ে তর্ক করছেন। নতুন পৃথিবীতে কলম্বাসের প্রথম পদচারণা। | [本文连结皆为英文] |
5 | চিত্র ডিস্কোরো টিওফিলো দে লা পুব্লার। কেউ কেউ ব্রাউনের এই পরির্বতনকে দেখছে আমেরিকার আদিবাসীদের গণহত্যার স্বীকৃতি হিসাবে; অন্যরা এটাকে নাকচ করছে যা একজন রক্ষনশীল ব্লগার দেখেছেন এই ভাবে, “বোকা কলেজ উদারপন্থীরা আর একটা ছুটি ধ্বংস করএছে।” | 为响应美洲原住民与其它学生的抗议,美国知名的布朗大学在学年行事历上,将国定假日「哥伦布日」更名为「沦陷周末」(Fall Weekend)。 |
6 | কনভারসেশন নেশন নাম পাল্টানোর ব্যাপারটা বিস্তারিত লিখেছেন: হে ক্রিস্টোফার কলম্বাস, আপনার জন্য ব্রাউন কি করতে পারে? | 这个节日原本是为纪念,欧洲探险家哥伦布(Christopher Columbus)于1492年「发现」美洲,对于校方改变名称,博客各有不同见解。 |
7 | তারা আপনার নাম একটা ছুটি থেকে কেড়ে নিতে পারে। আদিবাসী আমেরিকান ছাত্রদের একটা দলের প্রতিবাদের পরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ভোট করে ক্যাম্পাস থেকে কলম্বাস দিবসের নাম সরিয়ে ফেলতে। | 哥伦布初次踏上新世界,为Discoro Téofilo de la Puebla的画作 |
8 | শরতের স্কুলের ছুটি এখন অনেক বেশী সাধারণ নামে পরিচিত হবে ‘শরত উইকেন্ড' হিসাবে। | 有些人赞扬布朗大学决定承认美洲原住民当时遭到屠杀,也有些人反对此事,一位保守博客认为这是「笨蛋学院自由派人士再度摧毁节日」。 |
9 | ফ্যাকাল্টির বেশী অধিকার আছে আকাডেমিক ক্যালেন্ডারের উপরে আর ব্রাউনের কমর্কতারা হস্তক্ষেপ করার পরিকল্পনা করেন না। | Conversation Nation提到更名事件: |
10 | কিছু আদিবাসী আমেরিকান দল বিশ্বাস করেন যে কলম্বাস দিবস পালন করা উচিত না। | 哥伦布,布朗大学能帮你做什么? |
11 | তারা কারন হিসেবে আদিবাসী আমেরিকানদের প্রতি ‘কলম্বাসের হিংস্র ব্যবহার' কে তুলে ধরে। | 他们可以把你的名字从节日名称里剔掉。 |
12 | প্রভিডেন্সের ইটালীয় আমেরিকান দলের কমর্কতারা সিদ্ধান্তকে তিরষ্কার করে বলেছেন যে প্রভিডেন্স জার্নালে কলম্বাসকে নায়ক হিসাবে স্বীকৃতি দেয়া হবে যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। | 美洲原住民学生在校园抗议之后,布朗大学教职员投票通过,决定更改「哥伦布日」的名称。 |
13 | এটা জাতীয় ছুটি কিন্তু বেশ কয়েকটা রাজ্য আর অন্য কয়েকটা কলেজ নাম পাল্টিয়েছে। | 这个假日今日在行事历里称为「沦陷周末」,教职员有权更改校历,校方也不打算介入。 |
14 | তাদের কি এটা করা উচিত? ‘ইগ্নাটিয়াস রেইলি' যিনি রাইট পন্ডিতে লিখেন বলেছেন: | 部分原住民团体坚持不该庆祝「哥伦布日」,指称哥伦布「暴力对待美洲原住民」。 |
15 | ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আমার কাছে খবর আছে: বেশীরভাগ স্থপতি পিতারা দাসের মালিক ছিলেন, লিঙ্কন তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেন, ম্যাল্কম এক্স একজন পূর্নাঙ্গ যৌনবৈষম্যবাদী ছিলেন, মার্টিন লুথার কিং আর জন এফ. | Providence的意大利裔美国人团体成员抨击这项决定,向《Providence Journal》表示,应该纪念哥伦布这位英雄发现美国的日子。[ …] |
16 | কেনেডি নারীসংগপ্রিয় ছিলেন, আর তারা সকলেই আজকের মান অনুসারে পুরোপুরি অগ্রহনযোগ্য ছিলেন। | 这是联邦假日,但好几个州与大专院校都更改名称,他们应该这么做吗? |
17 | আপনারা যদি এই পথ ধরে আজকের মান অনুসারে মানুষকে বিচার করতে চান, তাহলে আমেরিকার অতীতের কোন কিছুকেই আমরা সম্মান করতে পারবো না। | Ignatius Reilly在Right Pundits指出: |
18 | আর একটা কথা, আদিবাসী আমেরিকানরা একে অপরের সাথে যুদ্ধ করে জিতেছিল, আর নারীদের সাথে খুবই খারাপ ব্যবহার করতো, তাই তাদেরকেও আমরা আসলে উদযাপন করতে পারিনা। পরিশেষে বলতে হয় জীবন কষ্টদায়ক। | […]我有些消息要告诉布朗大学学生:美国开国元勋家里都有奴隶、林肯会虐待妻子、麦尔坎X根本是性别歧视、金恩博士和肯尼迪玩弄女性,就今天的标准而言,这全都是政治不正确的行为,如果要一路追究下去,继续以今日标准评断历史人物,美国历史全都不能庆祝了。 |
19 | পরিবর্তনের আর একজন সমালোচোক লেফট অফ বস্টন মন্তব্য করেছে: কলম্বাস… দাস করে আর ধর্ষণ করেন মধ্য আমেরিকার যে সব মানুষের সাথে তার দেখা হয়। | 还有一件事,原住民向来都会相互攻击与作战,对待女性的态度也很糟,所以也不可为他们庆祝,[…]总之生活就是一团糟。[ …] |
20 | তাদেরকে আর তাদের রোগ নিয়ে আসেন আমেরিকায়, যা অন্য পরিব্রাজকরাও এনেছিলেন। | Left of Boston对批评更名的响应是: |
21 | এগুলো বাস্তবতা, ভালোভাবে নথীভুত আছে। কলম্বাস দিবস একটা উপলক্ষ্য যখন পুনরাবৃত্তির ইতিহাস আবার জয়লাভ করে। | […]哥伦布奴役并强暴他在中美洲遇到的人,也和多数探险家一样带来疾病,这些都是完整记录的史实。[ …] |
22 | আমরা তাকে ভালো দৃষ্টিকোনে দেখার চেষ্টা করি তিনি আসলে যা করেছেন তা ঢেকে রেখে। তিনি আসলে আমেরিকা আবিষ্কার করেননি (অনেকে তার আগে করেছিলেন) তাই কেন আমাদের কলম্বাস দিবস আছে এটা বিবেচনা করা উচিৎ হবে। | 哥伦布日是历史修正主义胜利下的产物,企图用正面角度记录,而掩饰他真正的作为,真正发现美国的人不是他(好几个人在他之前),故庆祝哥伦布日的理由其实值得商榷。[ …] |
23 | এটাকে ‘রাজনৈতিকভাবে সঠিক' হিসেবে বিবেচনা করা যায় কিন্তু যখন আমরা একজনকে উদযাপন করি যিনি মানুষকে দাস করেছিলেন - তখন রাজনৈতিকভাবে সঠিক হওয়ার কোন কারন নেই। | 有些人可能把更名视为「政治正确」,但当我们庆祝奴役他人者,就没有政治正确与否的问题存在。[ …] |