# | ben | zhs |
---|
1 | কাতার: মেঘে ঢাকা এক বিশ্বকাপ রিমোট কন্ট্রোলের নিয়ন্ত্রণে সৌর শক্তিতে পরিচালিত মেঘে তৈরি হবে ছায়া, যা কাতারের ফুটবল স্টেডিয়ামগুলোকে ঠান্ডা করার কাজে ব্যবহৃত হবে, এমনই এক সংবাদ বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। | 卡塔尔:世足赛…云端? |
2 | এই সংবাদটি তার নিজস্ব গতিশীলতা লাভ করেছে, আর এই সংবাদটি উপসাগরীয় এলাকার ছোট্ট কিন্তু ধনী রাষ্ট্র কাতারকে আবার সবার আলোচনার মাঝে নিয়ে এসেছে। | 新闻报导,卡塔尔正在研发遥控太阳能遮蔽体,能用来冷却国内足球场,让这个富有的波斯湾小国再度成为话题焦点。 |
3 | প্রায় এক সপ্তাহ আগে, দি পেনিনসুলা নামক সংবাদপত্র তিন অনুচ্ছেদের এক বিস্তারিত প্রবন্ধে কাতার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা লেখে, এটি ছিল কাতারের স্টেডিয়ামগুলোকে ঠান্ডা রাখার জন্য কৃত্রিম মেঘের সৃষ্টি করা বিষয়ক এক গবেষণা, এটিকে এক আরবী সংবাদপত্রের সংবাদ বলে উল্লেখ করা হয়েছে। | 大约一星期前,《The Peninsula》报纸引述一份阿拉伯文报刊的消息,刊登一篇共三段的简短报导,描述卡塔尔大学正在研发“人工云”,可帮助体育场降温。 |
4 | কাতার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প “কৃত্রিম মেঘে” ঢাকা স্টেডিয়াম, ছবি কাতার বিশ্ববিদ্যালয়ের। | 卡塔尔大学的“人工云”球场,图片来自卡塔尔大学 |
5 | দুই দিন পরে, এই কাহিনীটি বিবিসির ক্রীড়া পাতায় ছাপা হয়, এইবার তা কাতার বিশ্ববিদ্যালযের রোবোটিক মেঘের অ্যানিমেশন সহ ছাপা হয়। | 两天后,英国广播公司BBC体育版亦提及此事,更加上卡塔尔大学所提供的“机器云”模拟片段。 |
6 | আর তার পরের দিন, সিএনএন-এ, এই বিষয়টি সংবাদ হয়ে আসে: | 再隔一天,美国有线电视新闻网CNN也跟进: |
7 | আর এখন এই সংবাদটি টাইম, এনবিসি স্পোর্টস, ফাস্ট কোম্পানি, ব্লাজ ব্লগ, দি ডেইলি মেইল, এনগ্যাজেটএবং আই০নাইন, এ রকম নামের আরো অনেক পত্রিকায় সংবাদ হয়ে এসেছে। যদিও কাহিনীটি ইয়াহু স্পোর্টসের থেকে নেওয়া, তবে সম্ভবত সম্ভবত সবচেয়ে অদ্ভুত-এবং সবচেয়ে টুইট করা বিষয়টি ছিল, “কাতার তার কৃত্রিম মেঘের ধারণা দি সিম্পসন নামক টেলিভিশনে প্রচারিত এক কার্টুন থেকে চুরি করেছে” শিরোনামে। | 截至目前为止,报导的媒体已包括《时代》杂志、美国NBC Sports、《Fast Company》、Bldg Blog、英国《每日邮报》、Engadget、io9等等。 |
8 | ১৯৯৫ সালে তার বিখ্যাত দুই পর্বের কাহিনী যার শিরোনাম ছিল, “কে, মি: বার্নসকে গুলি করেছে”?-তে, বিপজ্জনক বিদ্যুৎ শক্তির মালিক সি. | 不过其中娱乐效果最高、转载最普遍的一则消息,来自Yahoo! |
9 | মন্টগোমারি বার্নস একটি যন্ত্র বানানোর পরিকল্পনা করেন, যা এক বিশাল মেঘ দিয়ে সূর্যকে ঢেকে দিতে পারে এবং স্প্রীংফিল্ড নামক এলাকাকে সবসময় অন্ধকারে ঢেকে রাখে: | Sports,题为“卡塔尔的人工云构想窃自辛普森家庭卡通”。 |
10 | দি সিম্পসন নামক টেলিভিশন কার্টুন থেকে নেওয়া একটি দৃশ্যের ছবি। | 1995年辛普森曾播出上下两集,主题为“谁杀了柏恩斯先生?”,恶毒的电厂老板C. |
11 | এই কার্টুন ছবির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি ছিল যে, “কাতার যখন এই বিষয়ে তাদের নিজস্ব ভাবনা যোগ করেছে, তখন আসলে এর মূল ধারণাটি এসেছে ১৬ বছরের পুরোনো এক কার্টুন ছবি থেকে”, এমনকি সিম্পসন নামক কার্টুনটির এক প্রাক্তন লেখক এই বিষয়ে তার প্রতিক্রিয়া প্রদান করেছে: | Montgomery Burns想出一套计划,要打造一块巨型护罩阻绝阳光,让春田市永远一片漆黑: |
12 | @দ্যাটবিলওকলে: এই ভাবনার জন্য কাতারের উচিত আমাকে আবার অর্থ প্রদান করা, তাহলে বিষয়টি বেশ উত্তম হবে ।http://yhoo.it/g1EcMo | 辛普森家庭卡通截图 |
13 | তার অনেক খবর এবং পুনরায় ছাপা সংবাদে, বিশ্বকাপে “মেঘের” গল্প হাজার টুইটের জন্ম দিয়েছে। | 报导指称,“纵然卡塔尔或许稍加改造…但基本概念显然来自于16年前的卡通”,甚至连辛普森家庭前编剧也出面回应: |
14 | @এসজিম্যানসফিল্ড:২০২২ সালের বিশ্বকাপের জন্য কাতার মানুষ্য সৃষ্টি মেঘ তৈরি করতে যাচ্ছে… কেউ কি কখনো সূর্যকে ঢেকে দেবার কথা শুনেছে? http://bit.ly/ghd2Ur | @thatbilloakley:卡塔尔应该要依据这个构想,付给我重播费。 |
15 | @স্টাফঅরডিমাইজ: সুন্দর! | 由于消息不断转载,Twitter网站上也出现无数相关讯息。 |
16 | কাতার বিশ্ববিদ্যালয় কৃত্রিম রোবটিক মেঘ তৈরি করবে: বিশ্বকাপ চলাকালীন সময় মাঠের তাপমাত্রা সুনির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনার জন্য তারা সম্ভবত তা করতে যাচ্ছে।http://t.co/RnleHP9 | @sgmansfield:卡塔尔为了2022年世界杯足球赛,打算研发人造云…有没有人听过“防晒乳”这样东西? |
17 | @মাবড্রাব্বো: কাতার-২০২২ বিশ্বকাপের জন্য রোবট ক্লাউড বা কৃত্রিম মেঘ? | @staffordmasie:太棒了! |
18 | দারুণ! | 卡塔尔大学将打造人工机器云,可能为世足赛现场大幅降温。 |
19 | আর এর ফলে যে গর্জন সৃষ্টি হবে, সে ক্ষেত্রে কি করা হবে? http://bit.ly/dLRoKK#কাতার#ওয়ার্ল্ডকাপ#২০২২#ফুটবল | @mabdrabbo:为2022年世足赛制造机器云? |
20 | অনেকে রসিকতা করেছে: | 很酷! |
21 | @ডিজিটালক্যাস্ট্রো: কাতার স্টেডিয়ামের উপর মেঘের ঘনঘটা;) দারুন এক ভাবনা।http://twitpic.com/4dohml | 至于噪音要怎么办? |
22 | @এইচমালসাবাহ: কাতারের মেঘ কি কুয়েতে ছেয়ে যাবে#কুয়েত? :p http://plixi.com/p/86752846 | 有些人开玩笑地说: |
23 | তবে অন্যরা, প্রায়-গুরুত্বহীন সূত্র থেকে আসা চলতে থাকা এই সংবাদের ব্যাপারে তাদের বিরক্তি প্রকাশ করেছে: | @digitalcastro:用云朵为卡塔尔体育场遮阳,想法很棒。http://twitpic.com/4dohml |
24 | @ডেভিডকাতার: @জেমস_করবেট: এই মেঘের গল্প দাবানলের মত ছড়িয়ে পড়ছে, কাতার ২০২২ বিশ্বকাপের সাথে যার আদৌও কোন সম্পর্ক নেই, কাতারের এই নিজস্ব গভীর গবেষণার সাফল্যের বিষয়ে কোন একটাও প্রমাণ নেই। | @hmalsabah:这是卡塔尔人工云笼罩科威特吗? :p http://plixi.com/p/86752846 但也有人很不满,这则消息来源薄弱的报导转载没完没了。 |
25 | @দোহানিউজ: কাতার বিশ্বকাপে কৃত্রিম মেঘের গল্প কি টুইটারের সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটি সর্বত্র তার কাহিনী প্রকাশ করে চলছে?? | @DavidQatar:这则人工云的报导如野火般蔓延…与2022年世足赛毫无关系,只是卡塔尔大学一位教授在思考研究方向,就引发这股庞大消息。 @dohanews:这则卡塔尔世足赛人造云报导是否将在Twitter网站永无止尽流传? |
26 | ৫০০,০০০ মার্কিন ডলার ব্যায়ে তৈরি হতে যাওয়া কৃত্রিম এই মেঘের এই সংবাদটি সত্যি কি না, তা দেখার জন্য আমাদের কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। | 至于这个估价50万美元的构想,到底会不会在2022年卡塔尔世足赛出现,则有待时间证实。 校对:julys |