# | ben | zhs |
---|
1 | পুরোনো বছরকে পুড়িয়ে দেয়া: নতুন বছরের ঐতিহ্য | 以焚烧过去迎接新年 |
2 | অনেক দক্ষিণ আমেরিকার দেশে এটা ঐতিহ্যে পরিণত হয়েছে যে পুরানো বছরের প্রতিভু হিসেবে মানুষের প্রতিমুর্তি পোড়ানো, এই লক্ষ্যে যে ওই বছর যা কিছু খারাপ নিয়ে এসেছে সে সব থেকে যেন মুক্তি পাওয়া যায় আর নতুনের পথ তৈরি হয়। | |
3 | নীচের ভিডিওতে এরকম কয়েকটা ঐতিহ্য দেখানো হয়েছে আর এর মধ্যে কয়েকটা বির্তক সৃষ্টিও করেছে। উপরর চিত্রটি তুলেছেন কিরোফোনো আর মুর্তিটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাভেজের। | 在许多南美洲国家,焚烧代表前一年的人形偶已成传统,以摆脱这一年带来的种种噩运,迈向新的一年,以下多段录像呈现传统面貌,以及所引发的部分争议。 |
4 | গুয়েতেমালায় এই মুর্তি পোড়ানো হয় ডিসেম্বরে ৭ তারিখে, যেদিন তারা বলে যে কুমারী শয়তানকে হারিয়েছিলেন। তারা যা করে তা হলো সব কিছু পুরানো, ভাঙ্গা আর কাজে আসবে না এমন জিনিষ পুড়িয়ে ফেলে তাদের বাড়ির। | 上图来自cirofono,象征委内瑞拉总统查维兹(Hugo Chávez),依据创用CC授权使用。 |
5 | কারন তারা বিশ্বাস করে যে শয়তান সারা বছরব্যাপী এইসব জিনিষের মধ্যে লুকিয়ে থাকে, আর এই দিনে যেদিন সে সব থেকে র্দুবল থাকে, তারা তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। অনেকে অবশ্য পিনাটা বা মুর্তি কেনে শয়তানের পুড়ানোর জন্য, ঐতিহ্য রক্ষা করতে। | 危地马拉的烧人偶活动于12月7日举行,人们说圣母在这天击败撒旦,于是烧掉家里所有旧的、坏掉的和没用的东西,因为撒旦过去一年就躲藏在这些东西里,故在撒旦最虚弱的这天将他赶出家门;也有许多人选择购买撒旦的人像来焚烧,以维持传统。 |
6 | নীচের ভিডিও এমন একটা বন ফায়ার (খোলা আগুণ) দেখায় যার উপরে শয়তানের একটা মুর্তি বসানো আছে: | 以下录像的火堆顶端即放着撒旦像。 |
7 | নীচের ভিডিওটা ইংরেজীতে যেখানে শয়তানকে পোড়ানোর পেছনের গল্পটা বলা হয়, আর পোড়ানোর নতুন একটা দৃষ্টিকোন তুলে ধরা হয়। অনেকেই চিন্তিত যে এই প্রথাগত অনুষ্ঠান পরিবেশের জন্য ক্ষতিকর, কারন মানুষ তার বাড়ীর অনেক জঞ্জাল পুড়িয়ে ফেলে কিন্তু সেটা কি বস্তু দিয়ে তৈরি তা চিন্তা না করে। | 以下录像为英语发音,除了解释焚烧撒旦像的故事,也提出新的观点,有些人担心,在家里焚烧各种材质的废弃物有害环境,但也有另一项争议,虽然多数危地马拉民众信奉天主教,但福音基督教徒认为烧人像其实是种崇拜,故不该继续这种异教徒仪式: |
8 | আর একটা বির্তক উঠেছে যে গুয়েতেমালা মুলত ক্যাথোলিক হওয়া সত্ত্বেও, এভাঞ্জেলিকান খ্রীষ্টানরা মনে করে যে পুড়ানো আসলে মূর্তিকে মহিমান্বিত করে, আর বিশ্বাস করে যে এটা একটা পৌত্তলিক আচার যা পালিত হওয়া উচিত না। ইকুয়েডরে মূর্তি পুড়ানো হয় নতুন বছরে, আর তা শুধুমাত্র শয়তানের আকারে না, বরং অন্যান্য চেহারাও নিতে পারে। | 厄瓜多尔民众则在跨年夜烧人像,且不限撒旦样貌的人像,故有各种不同类型,有些是拿旧布包裹木屑、报纸等易燃物质,也有些是混凝纸浆和硬纸板制成,许多则模仿电视或电影人物,例如lizgaba到街上拍摄这段录像,记录路上贩卖的各式人偶: |
9 | পুরানো কাপড়ের ভিতরে কিছূ কাঠের টুকরা, সংবাদপত্র আর দাহ্য পদার্থে ভর্তি করে তৈরী। অন্যগুলো তৈরী হয় কাগজের মন্ড আর কার্ডবোর্ড দিয়ে। | 厄瓜多尔除了焚烧象征旧一年的人像,年轻人也会装扮成寡妇到街上大喊旧一年已死,或甚和他人讨钱,MegaSans拍摄的这段录像记录首都基多(Quito)各处的人偶和寡妇装扮: |
10 | বেশীরভাগ টেলিভিশন বা চলচ্চিত্রের চরিত্র দ্বারা প্রভাবিত যা আপনারা এই ভিডিওতে দেখা যাবে লিজগাবা রাস্তায় নেমেছে রেকর্ড করতে বিভিন্ন ‘আনো ভিজো' পুতুল যা কিনতে পাওয়া যায়: | |
11 | ইকুয়েডরে, শুধুমাত্র পুরানো বছরকে প্রতিনিধিত্ব করা জিনিষ পুড়ানো হয় না, বরং তরুণরা রাস্তায় নেমে আসে বিধবা সেজে পুরনো বছরের জন্য কাঁদতে কাঁদতে আর কেউ কেউ টাকাও চায়। মেগাস্যান্সের তোলা পরের ভিডিওতে ইকুয়েডরের কুইন্টো শহর পরিভ্রমণে বিভিন্ন পুতুল আর বিধবাদেরকে দেখা যায়: | 哥伦比亚Putumayo地区的Mocoa会举办游行,人们会制作人偶象征旧一年或过去一年发生的事,游行结束后,民众朗读有关过去一年的幽默记录,等到午夜便焚烧代表旧一年的玩偶,就像以下这段录像一样: |
12 | কলাম্বিয়াতে, মোকাও শহর পুতুমায়োতে, একটা প্যারেড হয় যেখানে এলিগোরিকাল পুরানো বছরের মূর্তিদের তৈরি করা হয় জীবন্ত চিত্রপটে, বা তাদেরকে দিয়ে গত বছরে কি হয়েছে তা উপস্থাপিত করা হয়। | |
13 | প্যারেডের পরে, মৃত বছর থেকে মজার শেষ উইল আর স্বীকারোক্তি পড়ে শোনানো হয় মধ্যরাতে, মানুষ তাদের পুরানো বছরের মূর্তি পুড়ায়, যা আপনারা নীচের ভিডিওতে দেখবেন: | |
14 | আপনি যে যে অঞ্চলে আছেন সেখানে কিভাবে বছরকে বিদায় জানানো হয়? Email | 不知各位是如何告别即将结束的一年? |
15 | লিখেছেনJuliana Rincón Parra অনুবাদ করেছেন রেজওয়ান@rezwan | 校对:Soup |