# | ben | zhs |
---|
1 | আমেরিকা: “বুধবারে আমাকে চলে যেতে হবে” হের্টা লুশো ১৯ বছর বয়স্ক এক ছাত্রী। | 美国:「星期三是我的遣返日」 |
2 | সে এক বিপদের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হবার বিপদ। | 更新:8月19日国土安全部告知Herta她可以留到11月9日。 |
3 | তাকে এদেশ থেকে ১৯শে আগষ্ট বুধবার আলবেনিয়া চলে যাবার আদেশ দেয়া হয়েছে। | 另外,她说支持者的信件已累积到9英寸高,让律师归进诉讼档案内。 |
4 | সর্বশেষ খবর: ১৯শে আগষ্ট যখন হের্টা কর্তৃপক্ষের কাছে যায় তখন তাকে বলা হয়েছে যে সে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত থাকতে পারবে আমেরিকায়। | |
5 | সে জানাচ্ছে যে তাকে সমর্থন করে পাঠানো চিঠিগুলো তার ফাইলের সাথে জুড়ে দেয়া হয়েছে তার এটর্নির অনুরোধে এবং সেই চিঠিগুলো ৯ ইঞ্চি উঁচু হয়েছে। | |
6 | আন্দোলন এখনও চলছে। ড্রিমঅ্যাক্টিভিস্ট. | 仍请大家继续声援。 |
7 | অর্গ ও অন্য অভিবাসী অধিকার আন্দোলনের ব্লগাররা আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছে তাকে সাহায্য করার ও দেরি করে পাঠানোর জন্য যতক্ষণ না নতুন আইন কাজ করা শুরু করে, এর ফলে সে এ দেশে থাকতে পারবে। | |
8 | এবং তারা অনেক গুলো উপায়ের তালিকা তৈরি করেছে যার মধ্য দিয়ে লোকদের সাহায্য করতে পারা যাবে। | Herta Llusho是位19岁的学生,在8月19日可能会遭美国遣返至阿尔巴尼亚。 |
9 | এর মধ্যে রয়েছে সিনেটর বা সংসদ সদস্যদের জানানো, (ফেসবুক) গ্রুপে যোগদান করা ও সংগঠনে অথবা খুব সাধারণভাবে কোন এক ব্লগে তার ঘটনা পোস্ট করা। | |
10 | হের্টার গল্প হের্টা লুশো ডেট্রয়স মার্সি বিশ্ববিদ্যালয়ের এক নবাগতা ছাত্রী। | DreamActivist.org及其他移民人权博客呼吁美国人协助延后遣返,直到新法正式实施,让她能够留下来。 |
11 | তার বিষয় হচ্ছে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (তড়িৎ প্রকৌশল)। আট বছর আগে হের্টা লুশো তার মায়ের সাথে আলবেনিয়া থেকে আমেরিকায় আসে। | 他们亦列举民众可协助的各种方式,包括致电给参议员与国会议员、加入团体与组织、在博客上讨论这个故事等。 |
12 | সে সময় সে ছিল এক শিশু। | Herta的遭遇 |
13 | স্বপ্নের আমেরিকায় বাস করার জন্য তাদের এই আগমন। এরপর সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। | Herta Llusho是美国底特律Mercy大学新鲜人,主修电机工程。 |
14 | বন্ধুদের সাথে লুশো (বা দিক থেকে তৃতীয়) তার উচ্চ বিদ্যালয় সমাপনী অনুষ্ঠানে আইনের সংজ্ঞা অনুসারে হের্টা বৈধ অভিবাসী নয়, যাদের বলা হয় “আনডকুমেন্টেড ইমিগ্রান্ট”। | 她在八年前与母亲从阿尔巴尼亚来到美国,希望追求「美国梦」,中学毕业时成绩很优异。 |
15 | কিন্তু যখন সে আমেরিকায় আসে, সেই বছর থেকে তার জন্য তারা পরিবার বৈধ নাগরিকত্বের যোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছিল। | |
16 | আগস্টের ১৯ তারিখে, হের্টার ভবিষ্যৎ নিয়ে তাদের আশাবাদ বন্ধ হয়ে যাবে। | |
17 | এই দিনে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নামের প্রতিষ্ঠান তাকে আলবেনিয়ায় পাঠিয়ে দেবার পরিকল্পনা করেছে। | |
18 | ড্রিমঅ্যাক্টিভিস্ট. অর্গের সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে হের্টা লিখেছে: | Herta(右二)与同学在中学毕业典礼照片 |
19 | “আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নামের প্রতিষ্ঠান দ্বারা আমি বহিষ্কৃত হবো সেই দেশ থেকে, যে দেশকে আমি আমার একমাত্র স্বদেশ বলে জেনেছি। | |
20 | আমাকে এমন এক দেশে ফিরে যেতে হবে, যে দেশ এখন আমার কাছে বিদেশে পরিণত হয়েছে। এমনকি আমি এখন আর আলবেনিয়ার ভাষাও ভালো মত বলতে পারি না”। | 她在法律上属于非法移民,但家人自抵美后,便不断希望为她争取合法身分,8月19日可能撼动她的未来,因为美国国土安全部打算在当天将她遣返回阿尔巴尼亚。 |
21 | হের্টার বাবা আলবেনিয়ায় থাকে। তার মা এবং ভাইবোনেরা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সাহস করেছে। | Herta在写给Dreamactivist.org博客订户的信中表示: |
22 | “আমার পিতামাতা আমাকে আমেরিকায় নিয়ে আসে কারণ এই দেশটি যে প্রতিশ্রুতি দেয় তাতে তারা বিশ্বাস করেছিল। | 尽管我们尽力尝试,国土安全部将于8月19日将我带离我所知的唯一家乡,送回我心中所认为的异乡,我甚至连阿尔巴尼亚语都说不好。 |
23 | তাদের কাছে এই দেশটি ছিল অসীম সম্ভাবনা , মূল্যবোধ এবং আদর্শের জায়গা। | 她的父亲还在阿尔巴尼亚,而她与母亲和手足来到美国: |
24 | তারা স্বপ্নের আমেরিকার প্রতি বিশ্বস্ত ভাবে বিশ্বাস করেছিলেন। তার মানে কঠোর পরিশ্রম, শিক্ষা এবং ভালো চরিত্রের মাধ্যমে তাদের সন্তানরা যা চাইবে তাই তারা অর্জন করতে পারবে”। | 父母带我来美国,因为相信美国所拥有的梦想,这里对他们充满机会、价值与理想,他们真诚相信美国梦,代表透过努力工作、教育与良好品格,孩子就能达到所有目标。 |
25 | এই ভিডিওটি তৈরি করেছে সিটিজেন অরেঞ্জের কাইল ডে বুয়াসেট। হের্টা ব্যাখ্যা করছে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। | Kyle de Beausset在Citizen Orange拍摄的影片中,Herta说明自己的遭遇: |
26 | লুশোর জন্য ব্লগিং করা | 这里是影片 |
27 | অনেক ব্লগার হের্টার জন্য লিখেছে এবং তাদের পাঠকদের উৎসাহ প্রদান করেছে হের্টার ঘটনার জন্য লড়াই করতে। | |
28 | এর মধ্যে রয়েছ আমেরিকান হিউমানিটি, বি-লিস্টেড, ডকুমেন্ট মি, নুয়েস্ত্রা ভয়েস এবং স্ট্যান্ডিং ফার্ম। চেঞ্চ. | 为Herta Llusho写博客 |
29 | অর্গ হের্টাকে সাহায্য করার জন্য অনলাইনে এক দরখাস্ত দিয়েছে এবং সিইইয়ু (সার্ভিস এমপ্লইয়ি ইন্টারন্যাশনাল ইউনিয়ন) এর সাথে সিনেটরদের ফোন করার সুবিধা দিচ্ছে তাদের ওয়েব সাইটে। ফেসবুকে হের্টার ঘটনা প্রায় ২০০০ এর বেশি সমর্থককে আকর্ষণ করতে পেরেছে। | 多位博客均提到Herta的故事,鼓励读者伸出援手,包括American Humanity、B-Listed、Documenting Me、Nuestra Voice、Standing FIRM等。 |
30 | কাইল সিটিজেন অরেঞ্জে লিখেছে হের্টা ও তার বড় ভাই লির্জন এর সাথে সাক্ষাৎ-এর কথা। হের্টার ভাই লির্জন এর ছাত্র ভিসা রয়েছে। | Change.org亦发起网络连署声援她,「服务业雇员国际联盟」在网站上鼓励民众打电话给参议员,Facebook关于她的活动页面吸引逾2000名支持者。 |
31 | “লির্জন এবং হের্টা এক অন্যরকম ব্যক্তি। হের্টা খুব সৌভাগ্যবান যে সে লির্জন এর মতো ভাই পেয়েছে। | Citizen Change博客的Kyle与Herta及她的哥哥Lirjon见面,她的哥哥拥有学生签证: |
32 | তার এই ভাই, বোনের জন্য নিরন্তর কথা বলে যাচ্ছে। এমনকি যে ছোট্ট সময়ে লির্জন এবং হের্টা আমাদের পরিবারের সাথে পরিচিত হয়, সে সময় তারা এক বিশাল প্রভাব তৈরি করতে সক্ষম হয়। | 两人都是很好的人,Herta很幸运,能拥有像Lirjon的哥哥,不辞辛劳地为她声援,尽管他们两人与我家人见面时间短暂,但也产生巨大影响,对我来说也很特别,我的家人总看我在打电脑,这是他们第一次真正见到我所帮助的人。 |
33 | এটা আমার জন্যেও এক বিশেষ মুহূর্ত ছিল। | |
34 | আমার পরিবার আমাকে কম্পিউটারে টাইপ করতে দেখে অভ্যস্ত ছিল। | |
35 | এই প্রথম এমন কারো সাথে তাদের সাক্ষাৎ হল যাদের জীবনকে আমি প্রভাবিত করছি”। | |
36 | তিনি বলে যাচ্ছেন: | 他还提到: |
37 | “হের্টা হয়তো আমাকে এইভাবে বর্ণনা করতে দিতে চাইবে না, কিন্তু আমি বলবো আমেরিকা তার মুখে থুতু ছিটিয়েছে এবং তার উত্তর সে দিয়েছে ভালোবাসা দিয়ে। এটাই গভীর সত্য যে বিচার না পাওয়া কারো মুখে যদি গভীর ভালোবাসার চিহ্ন থাকে, এমনকি যদি তা একজন মাত্র ব্যক্তির মুখে থাকে, তা হলে তা মহাবিশ্বের লক্ষ ক্রোধান্বিত প্রতিবাদকারীর চেয়েও অনেক কাজের হয়। | Herta或许不希望我如此形容,但美国对她吐口水,而她以爱回应,面对不公不义,她仍保有深刻、真挚与动人的爱,她所做 的事胜 过无数愤怒抗争群众,为争取留在美国,Herta发挥印度圣雄甘地主张的「satyagraha」,金恩博士(Martin Luther King)将该字译为「真实的力量」或「爱的力量」,支持Herta的人也同样拥有这种力量。 |
38 | আমেরিকায় থাকার জন্য হের্টা যে ভাবে লড়ছে তাকে গন্ধী বলত “সত্যগ্রহ”। | |
39 | ড: রেভারেন্ড মার্টিন লুথার কিং, জুনিয়র যার অনুবাদ করেছিলেন “সত্যের শক্তি” অথবা “সত্যিকার-ভালোবাসা”। | |
40 | যারা হের্টাকে সমর্থন করছে তারাও সত্যগ্রহে অংশগ্রহণ করছে”। | |
41 | “আমি ক্রমাগত বিশ্বাস করে যাই …” ড্রিমঅ্যাক্টিভিস্ট. | 「我仍相信…」 |
42 | অর্গ, সিটিজেন অরেঞ্জ, এবং আরো অনেকের সমর্থনে- হের্টা তার গল্প সারা বিশ্বকে জানাচ্ছে। তাদের আশার নাম এক প্রস্তাবিত আইন, যার নাম ড্রিম এ্যাক্ট, যা শীঘ্রই পাশ হতে যাচ্ছে। | 在许多博客协助下,Herta将经历告诉全世界,人们希望所谓的「梦想法案」能尽速通过,该法让Herta等非法移民学生达到抵美年龄、学习年份等条件后,即可合法居留。 |
43 | এই আইনের ফলে বৈধতার কাগজ তৈরি না হওয়া ছাত্রেরও এই দেশে থাকার অধিকার থাকবে, যেমন হের্টা। | |
44 | যাদের “নির্ধারিত প্রমাণপত্রযুক্ত কাগজ নেই” এমন ছাত্রদের বৈধ অভিবাসী হবার সুযোগ থাকবে, তবে তা নির্ভর করবে বিশেষ শর্তের উপর, যেমন পড়াশোনার জন্য আগমনের সময় তার বয়স কত ছিল। | |
45 | যদিও কেন্দ্রীয় আইন প্রণেতারা ২০০৭ সালে প্রথমবার আনা এই বিল বাতিল করে দিয়েছিল। ২০০৯ সালের মার্চ মাসে কিছু পরিবর্তন করে তাকে পুনরায় উপস্থাপন করা হয় এবং সমর্থকরা আশা করছেন এই আইন এতটা সমর্থন লাভ করবে যে তা রাষ্ট্রপতি বারাক ওবামার অফিস থেকে পাশ হয়ে আসবে। | 虽然国会于2007年否决该法案,这个案子经过部分修改后,于2009年3月卷土重来,支持者希望美国总统欧巴马(Barack Obama)上任后,能获得足够票数闯关成功,若能生效实施,预计6. |
46 | এই আইন চালু হলে অনেকের লাভ হবে। | 5万过去孩童时期非法入境的学生可获准待在美国。 |
47 | হিসেব করে দেখা গেছে যে সারা আমেরিকায় বৈধ কাগজ নেই এমন প্রায় ৬৫,০০০ জন ছাত্র রয়েছে। তারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ও থাকার অনুমতি পায়। | 18岁的纽泽西州学生Taha先前也是非法移民,遭到遣返回孟加拉,后来获得两位参议员与其他美国民众的支持,让国土安全部撤销遣返令,Herta希望相同故事也能发生在她身上。 |
48 | হের্টা আশা করছে তার জীবন হয়তো অন্য আরেক অনুমোদনহীন ও অভিবাসী ছাত্র, ১৮ বছর বয়স্ক তাহার মতো ঘুরে দাড়াবে। | Herta要求也获得相同待遇: |
49 | তাহার জীবন এক বিশেষ ভাবে বাক নিয়ে নেয়। তাহা নিউ জার্সিতে থাকত। | 请帮助我延后遣返,直到我大学毕业,或是直到梦想法案通过,请帮助我重新擦亮美国梦,让我们一起擦亮美国梦对每个人的承诺。 |
50 | সেখান থেকে তাকে তার পুর্বপুরুষদের দেশ “বাংলাদেশে” পাঠিয়ে দেবার প্রস্তুতি নেওয়া হয়েছিল -তবে দুজন সিনেটর ও অন্য আমেরিকানদের সহায়তার কারণে-হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস তার এই বহিষ্কারাদেশ বাতিল করে। | |
51 | এখন লুশো একই ভাবে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে: | 校对:helloleadingflame |
52 | “আমার এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন যতক্ষণ না আমি আমার কলেজের পড়া শেষ করি অথবা ড্রিমএ্যাক্ট পাশ না হয়। | |
53 | আমার আমেরিকার স্বপ্ন পুরণের প্রতিশ্রুতি পুনরায় বাস্তবায়নে আমাকে সাহায্য করুন, যাতে এক সাথে আমরা সকলের আমেরিকান ড্রিম বা আমেরিকায় বসবাসের মাধ্যমে যে স্বপ্ন পুরণের প্রতিশ্রুতি তৈরি হয় তা নূতন করে বাস্তবায়নে কাজ করতে পারি। | |