# | ben | zhs |
---|
1 | যুক্তরাষ্ট্র: সোয়াইন ফ্লু প্রতিরোধে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা | 美国:抗新流感影片竞赛 |
2 | সোয়াইন ফ্লু মৌসুমের পূর্বাভাস করা হয়েছে, যা অক্টোবরে ৪ তারিখ থেকে সরকারি ভাবে শুরুর ঘোষণা করা হয়েছে। | 面对可能于10月4日开始的流感季节,美国政府在今天公布一项影片比赛的优胜者,主题即为鼓励流感预防措施,也包括H1N1新流感(或译甲型流感、猪流感)。 |
3 | মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সোয়াইন ফ্লু প্রতিরোধে এক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে এইচও১এন১ অথবা সোয়াইন ফ্লুকে থামানো। এপ্রিলের মাঝামাঝি সময়ে সোয়াইন ফ্লু চিহ্নিত করা হয়, এর পর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। | H1N1新流感病毒自从四月中出现后,已经蔓延全球,美国疾病管制局指出,国内确诊个案已造成9079起入院病例及593人死亡,外界预估学生陆续返校开学后,病例数将进一步增加,目前全美已有21州通报出现大批流感案例,多数与新流感相关,新流感通常都在九月份达到高峰。 |
4 | যুক্তরাষ্ট্রে গবেষণায় নিশ্চিত হওয়া গেছে, এই ভাইরাসে ৯০৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৯৩ জন মারা গেছে, এই তথ্য জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। ধারণা করা হচ্ছে এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়বে কারণ এই মাসে ছাত্রছাত্রীরা ক্লাশে ফিরে আসছে। | 为对抗H1N1等各种流感疫情,美国卫生部于7月9日推出影片竞赛,要求参赛者制作流感预防告示,影片长度可分为15秒 、30秒与60秒,且必须上传至卫生部的YouTube频道,全国共有逾200部作品参赛,前十名选出后再交由大众投票,优胜者将获2500美元奖金,并在全国电视上播出,结果已于9月22日宣布。 |
5 | ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২১ টি অঙ্গরাজ্যে বিস্তৃত ভাবে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জার খবর আসছে, যার সাথে সোয়াইন ফ্লুর একটা যোগসূত্র রয়েছে। সেপ্টেম্বরে এই রোগ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। | 纽约的John Clarke医师以名为「Clarke医师的H1N1饶舌」的作品夺冠,其中他创作一首饶舌歌曲,说明如何防堵病毒的步骤: |
6 | এইচ১এন১ সহ সকল প্রকার ফ্লুর বিরুদ্ধে যুদ্ধে জয়ে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস বা স্বাস্থ্য ও মানব কল্যাণ বিভাগ জুলাইয়ের ৯ তারিখে এক ভিডিও প্রতিযোগিতার কথা ঘোষণা করে। | |
7 | তারা প্রতিযোগীদের বলেন এক পিএসএ (জনতার জন্য ঘোষণা মূলক ভিডিও) তৈরি করতে, যার বিষয়বস্তু হবে ফ্লু প্রতিরোধ। | |
8 | এই ভিডিওর সময়সীমা হতে পারে ১৫,৩০ বা ৬০ সেকেন্ড এবং তা উক্ত বিভাগের ইউটিউব চ্যানেলে জমা দিতে হবে। সারা দেশ থেকে প্রায় ২০০ টি ভিডিও জমা পড়েছিল এবং সেরা ১০ টি ভিডিওকে জনতার ভোটের জন্য বেছে নেওয়া হয়। | 除了冠军的饶舌影片之外,决赛还有另外九部作品,内容从风趣、动画到严肃包罗万象,都是希望宣导新流感防疫讯息,以下这部决选作品名为「链锯」,以幽默建议人们待在安全处,其中男子使用链锯做为避免感染的工具: |
9 | এই প্রতিযোগিতার বিজয়ীকে ২০০০ ডলার নগদ প্রদান করা হয় এবং তা জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়, যা ঘোষণা করা হয় সেপ্টেম্বরের ২২ তারিখে। | |
10 | নিই ইয়র্কের ড: জন ক্লার্ক এই প্রতিযোগিতায় সবার সেরা হয়েছেন যার ভিডিওর শিরোনাম ছিল, ড: ক্লার্কের র্যাপ সঙ্গীত”. এই ভিডিওতে তিনি এই ভাইরাস প্রতিরোধের জন্য এক র্যাপ বা চটুল সঙ্গীত তৈরি করেছেন: | 「牙刷」这段影片,人们使用牙刷清洁物体表面,无论是自动提款机、电脑滑鼠、公用电话皆可,要强调虽然恶心,但很有效: |
11 | প্রতিযোগিতায় জয়ী র্যাপ ভিডিও ছাড়া আরো নয়টি ভিডিও দ্বিতীয় পুরস্কার পেয়েছে, এ সমস্ত ভিডিওতে সব কিছু ছিল, মজা করা থেকে এনিমেশন চলচ্চিত্র এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি করা সব ভিডিও, যার উদ্দেশ্য ছিল সারা দেশে সোয়াইন ফ্লু প্রতিরোধ বার্তা ছড়িয়ে দেওয়া। | |
12 | এই দ্বিতীয় পুরস্কার পাওয়া ভিডিওটি, যার শিরোনাম “চেইনশো” বা “করাত দিয়ে কাটা”, এই ভিডিওটি হাস্যরস-এর মধ্য দিয়ে লোকজনকে নিরাপদ থাকতে উৎসাহ প্রদান করছে। | |
13 | এই ভিডিওতে একজন ব্যক্তি করাতকে এই ভাইরাস প্রতিরোধের এক উপায় হিসেবে ব্যবহার করছে: “টুথব্রাশ” নামক ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন একটা টুথব্রাশ বিভিন্ন বস্তুর উপরিভাগের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে। | 在决选作品中,只有「就是作战」和另一件影片使用动画为媒介,其中用白线串连预防H1N1新流感的四个基本步骤:每年施打疫苗、生病就待在家、打喷嚏与咳嗽时掩住口鼻、时常洗手: |
14 | সে টাকা তোলার এটিএম মেশিন এবং কম্পিউটার মাউস থেকে শুরু পে ফোন বা রাস্তায় টাকা দিয়ে কথা বলা যায় এমন ফোন, সব পরিষ্কার করছে। | |
15 | মোটের উপর বিষয়টি চোখে পড়ে, কিন্তু তা বেশ কার্যকর: ভিডিও “সিম্পলি ফাইটিং” যে দু'টি এনিমেশন চলচ্চিত্র এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে তার মধ্যে একটি। | 其他决赛影片亦强调以接种疫苗防范感染,H1N1新流感疫苗预计于十月初在美国上市,目前人们已可接种季节性流感疫苗,保护自己不受秋天常见的流感病毒困扰,研究人员最近确认,只要一剂新流感疫苗便足以抵抗病毒。 |
16 | এটি কয়েকটি সাদা লাইনের রুপান্তরের মাধ্যমে এইচ১এন১ প্রতিরোধের ধাপ গুলো বলে দিচ্ছে: বছরে একবার প্রতিষেধক টিকা নেওয়া, এই রোগে আক্রান্তদের ঘরে বসে থাকা, হাঁচি বা কাশির সময় মুখে রুমাল দেওয়া এবং প্রায়শঃ হাত ধোয়া: | |
17 | অন্য সব দ্বিতীয় স্থান অর্জন করা ভিডিও, টিকা নেওয়াকে প্রতিরোধের এক উপায় হিসেবে বিবেচনা করছে। অক্টোবরের শুরুতে এইচ১এন১ প্রতিষেধক টিকা যুক্তরাষ্ট্রের সহজলভ্য হবে, যা শরৎ- কালে যখন এই ফ্লু ছাড়াতে শুরু করবে তখন এই টিকা তা প্রতিরোধ করবে। | 卫生官员呼吁,一旦H1N1疫苗正式推出,有些族群民众应优先施打,包括孕妇、学童与几种病患,如糖尿病、心脏病、免疫系统不佳等。 |
18 | সম্প্রতি গবেষকরা জানিয়েছে যে একটি ইঞ্জেকশনই সোয়াইন ফ্লু প্রতিরোধের জন্য যথেষ্ট। | 缩图照片来自Flickr用户Y |
19 | যখন এইচ১এন১ বাজারে সহজলভ্য হবে তখন স্বাস্থ্যকর্মীরা বিশেষ শ্রেণীর লোকেদের প্রথমেই এই টিকা নেবার জন্য অনুরোধ জানাচ্ছে। | |
20 | এদের মধ্যে রয়েছে গর্ভবতী মহিলা, স্কুলে যাওয়া ছোট শিশুরা এবং যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, যেমন ডায়বেটিকস ও হৃদরোগ রয়েছে, এমন যে কাউকে তারা টিকা নিতে বলছে। | |
21 | সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগের থাম্বনেইল ছবি ফ্লিকারের ওয়াই-এর। | 校对:Soup |