Sentence alignment for gv-ben-20090705-4037.xml (html) - gv-zhs-20090701-3117.xml (html)

#benzhs
1হন্ডুরাস: জেলায়াকে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে洪都拉斯:总统塞拉亚遭逮捕并解除职务
2জুলাইর ২৯ তারিখে হন্ডুরাসব্যাপী একটা খবর ছড়ায় যে সশস্ত্র সেনারা প্রেসিডেন্ট মেল জেলায়াকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। একইদিনে একটি গণভোট হওয়ার কথা ছিল, যেটার বিরোধীতা করে সুপ্রিম কোর্ট, সশস্ত্র বাহিনী আর হন্ডুরাসের সংসদ।洪都拉斯民众在6月28日一早醒来,就得知总统塞拉亚(Mel Zelaya)在家中遭武装军方人员逮捕,当天也预定要举行公投,不过先前最高法院、军方及立法机关均反对此次公投,塞拉亚几天前更因此将军方总司令Romeo Vasquez Velasquez将军撤职,多位军方高层人士也因不愿支持举行公投而辞职。
3কয়েকদিন আগে, জেলায়া সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল রোমিও ভাস্কুয়েজ ভেলাস্কুয়েজকে অপসারণ করেন, যার ফলে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা পদত্যাগ করেন কারন তারা এই ভোটকে সমর্থন করেননি। শীঘ্রই জানা যায় যে জেলায়াকে কোস্টা রিকাতে নিয়ে যাওয়া হয়েছে, যেখান থেকে তিনি নিজেকে দেশের আইনসঙ্গত রাষ্ট্র প্রধান দাবী করতে থাকেন।后来消息指出,塞拉亚遭送往哥斯达黎加,不过他仍坚称自己是合法国家元首,亦有传言指称塞拉亚己辞职,不过Miradas de Halcon博客的Jose Carlos Rivera指出,据传的信件已证实为假,博客圈及Twitter网站上的反应各不相同,有些人指称这是政变,但也有些人主张这是阻止争议公投的唯一方式。
4আর একটা গুজব শোনা যাচ্ছিল যে জেলায়া পদত্যাগ করেছেন। তবে, কথিত এই পদত্যাগের চিঠি ভুয়া বেরিয়েছে জানালেন মিরাদাস দে হাল্কোন এর জুয়ান কার্লোস রিভেরা।照片来自Roberto Breve,依据创用CC授权使用http://www.flickr.com/photos/breve/3668996322/
5ব্লগ আর টুইটার এ প্রকাশিত প্রতিক্রিয়া বিভিন্ন ধরণের। অনেকে একে সামরিক অভ্যুত্থান বলছে আবার এমনও আছে যারা এই পদক্ষেপকে জেলায়ার বিতর্কিত কাজ থামানোর একমাত্র উপায় হিসাবে দেখেছে।《洪都拉斯日报》指出,首都地区曾出现停电情况,揣测可能是为「限制资讯传递」,不过目前大量消息都透过Twitter与Blipea等社会网络流通。
6ছবি রোবার্টো ব্রীভ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত http://www.flickr.com/photos/breve/3668996322/支持赛拉亚的Hibueras表示[西班牙文]:
7রাজধানীতে অনেক যায়গায় বিদ্যুত ছিলনা সারাদিন জানিয়েছে হন্ডফুরাস দৈনিক নিউজ, যারা ধারণা করেন যে এটা ‘তথ্যের প্রবাহ রোধের একটা চেষ্টা'।
8তবে, খবর সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার আর ব্লিপিয়ার মাধ্যমে ছড়িয়েছে, যা সারাদিন খুব সক্রিয় ছিল। জেলায়ার একজন সমর্থক হিবুয়েরাস লিখেছেন:塞拉亚遭罪犯以武力强行逮捕,这些人奴役洪都拉斯人民,让民众无法建造家园的权力,这些恶行背后的人士都非常知名,也将会此付出代价。
9এখন খোঁজার সময় হয়েছে অন্যান্য উপায়ে সেইসব জিনিষ যা শান্তিপূর্ন উপায়ে পাওয়া থেকে আমরা বঞ্চিত, আর যারা তাদের রাষ্ট্রদ্রোহীতার জন্য দায়ী তাদের বিচার হবে।
10রাষ্ট্রপতি মেল জেলায়ার সাপোর্টার - রবার্টো ব্রিভ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের সৌজন্যে http://www.flickr.com/photos/breve/3668437385/有些事透过和平手段而不可得,我们就必须寻求其他方式,而造成这些叛国行为者,也将受到审判。
11ওই দিনের পরে, কংগ্রেস ভোট দিয়ে জেলায়াকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে রোবার্টো মিশেলেত্তিকে তার জায়গায় বসিয়েছে, যিনি সাংবিধানিক অংশের প্রেসিডেন্ট ছিলেন। শীঘ্রই তিনি ঘোষণা করেন যে পুর্বপরিকল্পনা অনুযায়ী নভেম্বরে নির্বাচন হবে।塞拉亚支持者照片来自Roberto Breve,依据创用CC授权使用 http://www.flickr.com/photos/breve/3668437385/
12তবে মিশেলেত্তিকে হন্ডুরাসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করায় হন্ডুরাসের অনেক কাছের বন্ধু সমালোচনা করেছে, বিশেষ করে ভেনিজুয়েলা, যারা সেনা অভ্যুত্থানের ভয় দেখিয়েছে যদি হন্ডুরাসে তাদের কোন কূটনৈতিক অপহৃত বা নিহত হয়। এরই সাথে প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন যে মিশেলেত্তির পরিচালিত নতুন সরকার হেরে যাবে।国会稍后投票罢黜塞拉亚,改由国会议长Roberto Micheletti代理,他之后宣布选举将在11月举行,但对于议长代理总统一事,洪都拉斯许多盟邦均其是发言批评,尤其是委内瑞拉扬言,若该国任何外交人员在洪都拉斯遭到绑架或杀害,将会采取军事行动,委国总统查维兹(Hugo Chavez)也表示,议长带领的新政将会失败。
13হুগো চিঞ্চিলার মতো কিছু টুইটারকারী শাভেজ এর করা উক্তি নিয়ে চিন্তিত আর এটাকে ইঙ্গিত হিসাবে নিচ্ছে যে এইসব মিত্রদের সম্পৃক্ততা থাকতে পারে।Hugo Chinchilla等Twitter用户对查维兹的发言感到忧心,认为代表其他国家可能会介入此事,他表示有「非官方消息」指出,委内瑞拉及尼加拉瓜军方可能准备介入。
14তাকে ‘আনঅফিসিয়ালী' বলা হয়েছে যে সেনারা সম্ভাব্য ভেনিজুয়েলান আর নিকারাগুয়ান সেনার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।也有些人像Jorge Garcia支持军事政府,呼吁在Twitter上的朋友提供饮食给士兵表达支持,他还提到:
15জর্জ গার্সিয়ার মতো অন্যরা আছেন যারা নতুন সরকারকে সমর্থন করছে আর তার টুইটার অনুসারীদের আবেদন করেছেন সেনাদের খাদ্য আর পানীয় দিয়ে সমর্থন করতে।
16তিনি আরো বলেছেন: # হন্ডুরাসে কোন অভ্যুত্থান নেই, আইনের শাসন চলছে, সংবিধান কার্যকর আছে।洪都拉斯并无政变,法治一切如常,宪政未受影响。
17এখন যখন বিশ্বের অনেক জায়গার মনোযোগ হন্ডুরাসের প্রতি, উইলমার মুরিলো চিন্তিত আর্ন্তজাতিক সম্প্রদায় থেকে একা হয়ে পড়ার সম্ভাবনায়।如今全世界都在关注洪都拉斯,Wilmer Murillo担心受到国际社会孤立,他要求:
18তিনি আবেদন করেছেন:把塞拉亚送回来!
19মেলকে ফিরিয়ে দেন!我们在世界眼前像个落后国家。
20আমাদেরকে পশ্চাদপদ (দেশ) হিসাবে দেখা যাচ্ছে বিশ্বের চোখে।校对:Portnoy