Sentence alignment for gv-ben-20120727-29293.xml (html) - gv-zhs-20120809-11331.xml (html)

#benzhs
1ভারত: আসামে জাতিগত সংঘর্ষ印度阿萨姆省:种族冲突恶化
2ভারতের আসাম রাজ্যে আদিবাসী বোরো উপজাতি ও মুসলিম বসতি স্থাপনকারীদের মধ্যে সংগঠিত সংঘর্ষে কমপক্ষে ৩২ জন হত এবং আরও অনেকে আহত হয়েছে।印度东北部阿萨姆省(Assam)的原住民波多族(Bodos)与穆斯林移民爆发冲突,造成至少32人死亡、无数人受伤。
3গত ২০ জুলাই ২০১২ তারিখ শুক্রবার রাতে বোরো অধ্যুষিত কোঁকড়াঝাড় জেলায় অজ্ঞাত পরিচয় লোক কর্তৃক চার যুবকের খুনের কারনে এ সমস্যার সুত্রপাত ঘটে।冲突始于2012年7月20日星期五当晚,一位匿名人士在波多族治理的科克拉贾区(Kokrajhar district)杀害4名青年。
4হত্যাকাণ্ডে মুসলমানরা জড়িত এ সন্দেহে এবং এর প্রতিশোধ হিসেবে সশস্ত্র বোরোরা মুসলমানদের আক্রমণ করে ও তাঁদের গ্রামে আগুন লাগায়।波多族怀疑穆斯林为背后主谋,因此武装攻击穆斯林并烧毁村庄作为报复。 据新闻媒体透露,印度准军事部队已获令对暴徒开火,造成数人死伤。
5সংবাদ সূত্র অনুযায়ী ভারতীয় আধাসামরিক বাহিনী দাঙ্গা্কারীদের উদ্দেশে গুলি চালায় এবং গুলিতে অনেকে নিহত হয়।自冲突发生后,约7万名邻近村民逃离家园躲进收容所避难。
6সহিংসতা শুরু হলে চিরাং, ধুবড়ি, বনগাইগাও, উদালগুরি এবং সতিপুর গ্রামের প্রায় ৭০,০০০ গ্রামবাসী তাঁদের বাড়ি থেকে পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন।在科克拉贾区((Kokrajhar)与齐朗区(Chirang)内,至少60个波多族和穆斯林的村庄被洗劫一空或烧毁。
7বোরো ও মুসলিম অধ্যুষিত কোঁকড়াঝাড় ও চিরাং জেলার কমপক্ষে ৬০ টি গ্রামে তাণ্ডব চালানো হয় অথবা আগুন লাগানো হয়।示威暴徒同时霸占铁路,对火车扔掷石块,造成21部通过阿萨姆省的火车班次被取消,约2万名乘客受困。
8বিক্ষোভকারীদের ট্রেন লাইন দখল ও ট্রেনে পাথর নিক্ষেপের কারনে ২১ টি ট্রেন যাত্রা বাতিল করে এবং আসাম অঞ্চলের প্রায় ২০,০০০ ট্রেনের যাত্রী অবরুদ্ধ হয়ে পড়েন।离阿萨姆省首都古瓦哈蒂(Guwahati)约230公里、位处科克拉贾区的Barmanpara村庄,民房被烧毁。
9আসামের রাজধানী গৌহাটি থেকে প্রায় ২৩০ কিঃমিঃ দূরে কোঁকড়াঝাড় জেলার বর্মনপাড়া গ্রামের এক বাড়িতে আগুন জ্বলছে, ছবি আমান এর। স্বত্ব ডেমোটিক্স (২৪/৭/২০১২)摄影:Aman、版权: Demotix (24/7/2012)
10সমগ্র জনগোষ্ঠীর মধ্যে বোরো হল ৫% আর মুসলিম হল প্রায় ৩৩ %।波多族构成阿萨姆省总人口5%,穆斯林则占33%。
11বোরোরা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় দাবি করছে, তাঁদের এ দাবি স্বায়ত্তশাসন থেকে স্বতন্ত্র রাজ্য এমনকি সার্বভৌমত্ব পর্যন্ত বিস্তৃত।目前,波多族正积极争取独立的政治身份,诉求包括成立自治区、省份分离和拥有完整主权。
12আসামের ২ কোটি জনসংখ্যার মধ্যে ১৫.阿萨姆省2千多万的人口中有15.
13৬৪ শতাংশ জনগণ বোরো, মিসিং, রাভা, সনওাল, লালুং (তিওয়া), দিওরি এবং থেনগাল (মেচ) উপজাতিভুক্ত। ষষ্ঠ তফসিলের অধীনে আসামে তিনটি স্বায়ত্ত্বশাসিত কাউন্সিল রয়েছে, অন্যান্য কিছু গ্রুপ ও একই মর্যাদায় তাঁদের নিজস্ব স্বায়ত্তশাসিত কাউন্সিল দাবি করছে।64%来自不同部落(Bodo、Mising、Rabha、Sonowal、Lalung、Deori和Thengal),目前依第六条法例附表设置3个自治委员会,但仍有不少其他族群要求成立更多专属自治委员会。
14বিরোধী রাজনৈতিক দল বিজেপি সহিংসতার জন্য “অবৈধ অভিবাসীদের” দায়ী করে এটাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছে যদিও আসাম পুলিশ প্রধান উল্লেখ করেছেন যে বিষয়টি সাম্প্রদায়িকতার চাইতে অনেক বেশি জাতিগত।印度反对党人民党(BJP party)把暴行归咎于“非法移民”,指称这次事件为族群冲突(communal);但阿萨姆省警察总长指出,比起族群问题,这更倾向于种族冲突(ethnic )。
15তাঁর মতে সংঘর্ষ হয়েছে বোরো উপজাতি ও সংখ্যা গুরু গ্রুপের মধ্যে যারা অধিকাংশই মুসলমান এবং যাদের পূর্ব-পুরুষ এ অঞ্চলে ৪০, ৫০ অথবা ৬০ বছর আগে বসতি স্থাপন করেছিল।据警察总长表示,冲突介于波多族和多数族群之间,而多数族群主要由穆斯林移民组成,在40、50、60年前迁至阿萨姆省定居。
16রবি এস লিখেন:Robert.
17আসাম ও ভারত সরকার উভয়েরই ধারাবাহিকভাবে জানা উচিত যে এ সহিংসতা সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে, এর মূলে রয়েছে ভারতের উত্তরাংশের দীর্ঘস্থায়ী অনুন্নয়ন।S在博客写着: 无论是阿萨姆省或印度政府,都必需不断承认这种暴行是超越社区身份、根植于印度东北部长久以来的发展不充分。
18আসামে “অবৈধ বাংলাদেশী অভিবাসী” যাদেরকে মাঝে মাঝেই যে কোন সংঘাতের জন্য দায়ী করা হয় সেই রূপকথা সম্পর্কে হিসাম বারভুইয়া ইউথ কি আওয়াজ ব্লগে লিখেন:Hisham Barbhuiya在青年网络平台Youth Ki Awaaz检视阿萨姆省内“孟加拉非法移民”的迷思。 对于孟加拉移民经常为此类事件受责难,这位博客表示:
19ব্রিটিশ শাসনামলে আসাম জেলার নিম্নাঞ্চলে জমি চাষের জন্য পূর্ব বাংলার ময়মনসিংহ ও রংপুর জেলা থেকে মুসলিমদের নিয়ে আসা হয়। তাঁরা ‘চর' এলাকায় অথবা নদী বহুল জেলাসমূহে ধুবরি, বারপেটা, গোয়াল পাড়া ও নাগোআর আশেপাশে বসতি স্থাপন করে।在英国殖民时期,许多穆斯林从东孟加拉区的迈门辛(Mymensingh)和朗布林(Rangpur)前来开垦阿萨姆省以南的土 地,大部分定居于“char”地区,或沿河周遭(Dhubri、Barpeta、 Goalpara和Nagaoan),许多人最后融入阿萨姆省的文化,被称为“新阿萨姆人”。
20তাঁদের অনেকেই পরে অহমীয়া সংস্কৃতির সাথে একাত্ম হয়ে “নতুন অহমীয়” সংস্কৃতি গড়ে তোলে।阿萨姆省齐朗区的村民逃离家园。
21আসামের চিরাং জেলায় গ্রামবাসীরা বাড়ি ছেড়ে পালাচ্ছে। ছবি- আমান, স্বত্ব ডেমোটিক্স (২৪/৭/২০১২)摄影:Aman、版权: Demotix (24/7/2012)
22অরুনাংশু লিখেন:另一位博客Arunangshu写道:
23বোরোল্যান্ডের বিক্ষোভ সব সময়ই সহিংস ও জাতিগত প্রতিশোধমূলক যা রক্ত ও আগুনে পুনর্জীবিত হয়।波多族土地上的躁动总是脱不了暴力,种族对立在血与火焰中延烧下去,让人不禁想问,为什么人类能变得如此暴力、为什么能维持如此落后?
24অনেকে বিস্ময় প্রকাশ করতে পারেন যে জনগণ কেন এত সহিংস হয় এবং কেন তাঁরা এত বেশি অনুন্নত।整个印度东北部多么美,这实在令人惋惜。
25এটা খুবই দুঃখজনক কারন পুরো উত্তরপূর্ব অঞ্চল খুবই সুন্দর।以下是推特上的一些回应:
26এখানে কিছু টুইটার প্রতিক্রিয়া উপস্থাপন করা হল: @অরপিতাদীঃ রক্তস্নান, উভয় দিকেই কষ্ট ও ভয়।@arpitade:双方都浴血、痛苦和恐惧,到底谁赢了?
27কে জিতল এখানে?能肯定的是已经没有人性。
28নিশ্চিতভাবেই মানবতা নয় #রাগ #আসামদাঙ্গা http://t.co/xBUvSURU@nitinchatterjee:我猜不到为什么这没上头版新闻?
29@নিতিনচ্যাটারজী: আমি বুঝতে পারছি না যে এটা কেন সংবাদ শিরোনাম হল না।@timesofindia:阿萨姆省暴动,死亡人数升至32人;逾7万人逃离家园
30“ @টাইমসঅফইন্ডিয়াঃ আসাম দাঙ্গায় ৩২ জন হত; প্রায় ৭০,০০০ বাড়ি ছেড়েছে”@supreetha15: 问所有你关注的媒体:为什么没有阿萨姆省?
31@সুপ্রীতা১৫: সকল প্রচার মাধ্যম কর্মীদের অনুসরন করতে বলুন: আসাম কেন নয়??? তাঁদের ট্যাগ করুন, চিহ্নিত করুন।贴他们标签、钉牢他们,让他们见识社群的力量。
32সামাজিক শক্তি তাঁদের দেখিয়ে দিন। @জনকপাল সত্যের জয় হোক।@janlokpal 还原真相。