# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: তাবাস্কোতে জরুরী অবস্থা | 墨西哥:塔巴斯哥州的紧急状况 |
2 | ছবি: সেলুলয়েড, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত এ মাসের প্রথম থেকে মেক্সিকোর তাবাস্কোতে অতিবৃষ্টির জন্য বন্যা হচ্ছে। | 以上照片由_…:::Celuloide:::…_ 拍摄,以创用CC授权方式使用 |
3 | এখন ওখানকার ৮০% অন্চল পানির নীচে, হাজার হাজার মানুষ গৃহহীন, অর্থনীতি থেমে গেছে আর সব ফসল নষ্ট হয়ে গেছে। | 自月初开始,墨西哥塔巴斯哥州(Tabasco)的水患情况因大雨量而越来越严重。 |
4 | পুরো এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষনা করা হয়েছে আর তিন মাসের বেশী সময় লাগবে পানি পুরো সরে যেতে। | 目前该州有超过80%的土地淹没水中,留下数千位无家可归的人,以及停顿的经济。 |
5 | অনেকে বলছে যে নিউ অরলিন্সের (ক্যাটরিনা দুর্যোগ) থেকে এখানে অবস্থা খারাপ। | 所有的农作物均损失了,而整个州也被宣告为灾区,要将该区所有的水清走预计要花上超过三个月的时间。 |
6 | বুসেফালো (স্প্যানিশ ভাষায়) তার অভিজ্ঞতা থেকে লিখেছেন আর কি সাহায্য লাগবে তার একটা তালিকা দিয়েছে: | 许多人说,这要比新奥尔良的情况要更严重。 |
7 | এখানে বহনযোগ্য পানি নেই আর বিশুদ্ধ পানি পরিবহনের জন্য ট্রাক নেই… যা মজুদ ছিল তা শেষ হয়ে যাচ্ছে আর না পাওয়ার ভয়ে মানুষ কিনে সব মজুদ করেছে, কিন্তু তা বাস্তব কারনে মজুদ রাখা যাবে না। | Bucefalo [ES] 从第一手经验的观点着手撰写,列出了所需的补给品清单: |
8 | যাদের দোকানে এখনও জিনিষ আছে তারা পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিয়েছে । | 我们没有饮用水,且没有卡车可以帮忙配送干净的水… |
9 | আমি পেট্রোল নেয়ার জন্য যে বড় লাইন তার কোন মানে বুঝছি না কারন পানি ঘেরা অবস্থায় লোকে গাড়ি নিয়ে কোথায় যাবে ? | 补给品逐渐耗尽,也因为人们惊慌采购而所剩无几,补给品也没有理由囤积。 |
10 | এনিগমাটারিও ঘন্টায় ঘন্টায় সাম্প্রতিক পরিস্থিতি জানাচ্ছে। | 对于还有商品在架上的商家也趁此机会大涨价。 |
11 | রিয়ালিদাদ নোভালেদার জে. এস. | 我不瞭解大排长龙的加油队伍,若我们都被水所包围,没人离得开。 |
12 | জোলিকার সাম্প্রতিক ঘটনার বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন। | Enigmatario [ES] 则提供了每小时更新的丰富的灾难报导。 |
13 | - ৮৫০ শহর বন্যাকবলিত - দেশের প্রায় ৭০% - আর বন্যা পানি বিপদসীমার ২ ইঞ্চি থেকে ৩৬ ফিট পর্যন্ত উপরে - প্রায় ৮০,০০০ পরিবার তাদের সবকিছু হারিয়েছে - প্রায় ৩০,০০০ লোককে ২৬৯ আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে - সামনে আরো বৃষ্টির সম্ভাবনা আছে | 来自于Realidad Novelada [ES] 的J. |
14 | মেক্সিকো সরকার তাবাস্কোর ১৭টি মিউনিসিপালিটিতে জরুরী অবস্থা জারী করেছে। | S. |
15 | - মেক্সিকোর সরকার আর সাহায্যকারি সংস্থারা অনেক জায়গায় পৌছাতে পারছে না বন্যার পানিতে রাস্তা ডুবে যাওয়ার জন্য। - মেক্সিকো সরকারের তথ্য অনুযায়ী প্রায় ৩০০,০০০ লোক পানি বৃদ্ধিও কারনে সাহায্য থেকে বঞ্চিত হচেছ। - মেক্সিকোর সরকার পাশের শহর চিয়াপাসের জন্য বন্যা সর্তকীকরন ঘোষনা করেছে আর বিপদজনক এলাকা থেকে লোক সরাচ্ছে - জরুরীভাবে খাবার, পানি, ওষুধ আর পরিষ্কার করার জিনিষ দরকার। | Zolliker提供了有关该事件的数据∶ 墨西哥已经宣告塔巴斯哥州的17个直辖市进入紧急状态: |
16 | জনসাস্থ্য সচিব বলেছেন যে এই সপ্তাহে অসুখের প্রকোপ থামানোর জন্য বিজানুমুক্ত অভিযান চালানো হবে । | 公共卫生秘书处宣布,将展开大规模的消毒以避免疾病传出。 |
17 | তিনি প্রতিরোধমূলক ব্যবস্থাও অনুপ্রানিত করেছেন যেমন মরা প্রাণী মাটি চাপা দেয়া আর জমে থাকা পানি পরিষ্কার করা । | 他也推动了预防性的措施,例如埋葬动物尸体、以及清出公共区域内不流动的水。 |
18 | সরকার ভয় পাচ্ছে যে অসুখ বিস্তার লাভ করবে আর যে ব্যবস্থা নেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। | 政府预期疾病可能出现,而他们的回覆处理也够快才免于此。 |
19 | এই দুর্যোগ মোকাবেলা সরকারের ক্ষমতার বাইরে। | 这次灾难的规模已耗尽政府所有的能力。 |
20 | ভাগ্য ভালো যে পুরো দেশ দ্রুত সাহায্যে এগিয়ে এসেছে। | 所幸整个国家能够快速地救灾。 |
21 | মারগারিটা আলমাদা আমাদের বলেছেন কি করে ২০ পেসো থেকে শুরু করে খাবার, পানি , কাপড় পাঠানো যায় আর কোথায় পাঠানো যায়। | Margarita Almada 列出几个我们可以捐款购买食物、水以及衣服的方式,并提供一个捐款送到何处的清单。 |
22 | ভিডিও পাঠিয়েছেন দারিয়া যেখানে ক্ষতির এরিয়াল চিত্র আছে। | Daria 刊登了从空中俯瞰的灾害影片。 |