# | ben | zhs |
---|
1 | উগান্ডা: ছাত্র দাঙ্গা, প্রজ্বলিত কাম্পালা | 乌干达:学生暴动,首都燃烧 |
2 | মঙ্গলবার উগান্ডার রাজধানী কাম্পালায় দু'টি বেদনাদায়ক ঘটনা আঘাত হেনেছে: দুই সহপাঠী ছাত্র গুলিতে নিহত হবার পর মাকেরেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাঙ্গা শুরু করে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ এলাকা হিসেবে পরিচিত কাসুবি সমাধি ও কবরস্থান যা উগান্ডার সবচেয়ে বড় আদিবাসী গোত্রের রাজাদের সমাধিক্ষেত্র, সেটি জ্বলে ছাই হয়ে গেছে। | 3月16日,烏干達首都坎帕拉分別發生兩起悲劇:烏干達的瑪凱雷雷大學學生在兩名同學遭射殺後發起暴動;列入聯合國教科文組織世界文化遺產的卡蘇比陵,也就是烏干達最大族群之一的王室陵墓已被燒毀。 |
3 | মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে দাঙ্গা | 玛凯雷雷大学暴动 |
4 | সংবাদপত্রের সূত্রানুসারে উগান্ডার সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় মাকেরেরেতে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। একজন নিরাপত্তা রক্ষী বিশ্ববিদ্যালয়ের দু'জন ছাত্রকে গুলি করে হত্যা এবং একই ঘটনায় অন্য একজন গুরুতর আহত হবার পরে এই দাঙ্গা শুরু হয়। | 乌干达当地报纸指出,此暴动发生地点为乌干达首区一指的玛凯雷雷大学,因3月15日晚召开的关于近期学生会选举的会议中,两名学生遭保全人员射死,一名学生则受重伤。《 |
5 | সোমবার রাতে এবারের স্টুডেন্ট গিল্ড (ছাত্র পরিষদের) নির্বাচন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হবার সময় নিরাপত্তা রক্ষী গুলি ছোড়ে। | 每日观察家》对于此事件有两种版本的报导: |
6 | দা ডেইলি মনিটর এই ঘটনার দু'টি সংস্করণের সংবাদ তুলে ধরেছে: পুলিশ বলছে চূড়ান্ত পর্যায়ের গিল্ড (ছাত্র সংসদ) নির্বাচন উপলক্ষ্যে এক প্রচারণা চালানোর উদ্দেশ্য সেদিন হোস্টেলে অনেক ছাত্র জমা হয়েছিল। | 警方表示,当时有许多学生聚集在青年旅社参加学生会最后一波的选举宣传活动,巡逻人员怀疑其中一名学生似乎打算破坏停车场中的车辆,于是便开枪。 |
7 | সে সময় এক প্রহরীর সন্দেহ হয় যে একজন ছাত্র গাড়ি রাখার স্থানের (পার্কিং এরিয়ায়) রাখা কোন একটি গাড়ির ক্ষতি সাধন করতে যাচ্ছে, এরপর সে গুলি ছুঁড়তে শুরু করে। | 先前的报导暗指,学生会会长竞选者席蒙‧卡茂的支持者与NRM的约翰‧泰勒发生冲突,造成肯亚裔学生被枪射击。 |
8 | এর আগের এক সংবাদে জানা যায় যে গিল্ডের সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানো সাইমন কামাউ-এর সমর্থকরা এনআরএমএসের জন টাইলের সমর্থকদের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে। | 《新视界》表示,开枪事件起因于候选人及另一名候选人支持者之间的争执: |
9 | ফলে কেনিয়ার ছাত্রদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। | 当这群学生准备离开时遇到据信属于卡茂阵营的Nyongesa。 |
10 | দা নিউ ভিশন জানাচ্ছে যে এক প্রার্থী ও অন্য আরেক প্রার্থীর সমর্থকদের মধ্যে মতভেদের ফলে এই গুলির ঘটনা ঘটে: | 卡茂是此次竞选中的两名肯亚裔学生之一。 |
11 | যখন এই দলটি এলাকা ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল, সে সময় তারা নেওনগেসার মুখোমুখি হয়, ধারণা করা হচ্ছে যে সে কামাউ শিবিরের লোক, যে দুজন কেনিয়ার ছাত্র এই গিল্ডে নির্বাচন করছে তারা মধ্যে অন্যতম জন কামাউ। | 据传闻,Nyongesa要求这群学生离开旅社遭拒后,抄起板凳意图攻击泰勒。 |
12 | যখন এই দলটি তার কথামত হোস্টেল ছেড়ে যেতে অস্বীকার করে, তখন সে ক্রমাগত একটি বেঞ্চ দিয়ে [প্রার্থী জন] টেইরাকে আঘাত করার চেষ্টা করে। | 目击证人指出,因为发生骚动,迫使保全人员开枪而导致三名学生中弹。 |
13 | এই ঘটনা যা পরবর্তীতে বিক্ষোভে পরিণত হয়, এক প্রত্যক্ষদর্শীর মতে প্রহরী এই ঘটনায় গুলি চালাতে বাধ্য হয়, যে গুলিবর্ষণের ঘটনায় তিনজন ছাত্র গুলিবিদ্ধ হয়। | 学生则于3月16日在玛凯雷雷大学校园中游行来回应此事件,并于游行中以标语和棺材抗议杀戮。 |
14 | মঙ্গলবার ছাত্ররা এর প্রতিবাদে মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ বের করে, তারা এই হত্যার প্রতিবাদে কিছু প্রতীক এবং কফিন বহন করে। | 上述两份报纸皆指出,抗议游行变得激烈,警方便以催泪瓦斯驱赶人群。 |
15 | উভয় সংবাদপত্র জানায় যে, প্রতিবাদ বিক্ষোভ সংঘর্ষে রূপান্তরিত হয় এবং পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। | 住在坎帕拉的记者Ole Tangen Jr首先在博客上写出玛凯雷雷暴动事件,并对没有更多学生使用社交媒体网络来散发消息感到不解: |
16 | ওলে টানগান জুনিয়র একজন সাংবাদিক। তিনি কাম্পালায় বাস করেন। | 昨夜两名玛凯雷雷大学学生遭到配枪保全射杀,导致今天学校附近的暴动。 |
17 | মাকেরেরে দাঙ্গা সম্বন্ধে যারা প্রথমে ব্লগ করেছিলেন তাদের মধ্য তিনি অন্যতম। | 然而,没有人想到用推特来散播这些消息。 |
18 | তিনি বিস্মিত কেন আরো অনেক ছাত্র এই সংবাদটি ছড়িয়ে দেবার জন্য সামাজিক প্রচার মাধ্যম (সোশাল মিডিয়া) ব্যবহার করলো না: | 以「玛凯雷雷」为关键字在推特上搜寻一整天后,得到的结果也仅限于新闻报导。 |
19 | গত রাতে মাকেরেরে বিশ্বিবদ্যালয়ের দু'জন ছাত্রকে এক সশস্ত্র নিরাপত্তা প্রহরী গুলি করে হত্যা করে যার ফলে আজ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এক দাঙ্গা ছড়িয়ে পড়ে। | 学生们(尤其是活跃于政治的学生)怎么不善用社交媒体工具呢? |
20 | তবে এই ঘটনাটিকে সবখানে ছড়িয়ে দিতে কেউ টুইটার করার চিন্তা করেনি। | 原因是他们不知道推特的存在,还是上网费用过高? |
21 | টুইটারে #মাকেরেরে অনুসন্ধান দিয়ে সারাদিনেও কিছুই পাওয়া যায়নি, কেবল সংবাদ ছাড়া। | 到底是什么原因造成这样的现象呢? |
22 | ওই সমস্ত ছাত্ররা কেমন ধারার ছাত্র- বিশেষ করে যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত- সামাজিক প্রচার মাধ্যমের বিভিন্ন উপাদান কি তাদের জন্য সহজলভ্য নয়। টুইটার সম্বন্ধে কি কোন ধারণা নেই? | 在推特上搜寻「玛凯雷雷」后,结果的确如他所说──大多数的推特都只连结到新闻文章。 |
23 | ইন্টারনেটের এত উচ্চ মূল্যের কারণে কি এটা ঘটেছে? | 但仍有几位身在坎帕拉的推特用户增加了一些文句: |
24 | কি কারণে এমনটা ঘটেছে? টুইটারে “মাকেরেরে” অনুসন্ধান তার দাবিকে শক্তিশালী ভাবে সমর্থন করে, বেশিরভাগ টুইট ছিল সংবাদপত্রের সংবাদের সাথে যুক্ত করা। | @arthurnakkaka (18小时前):开枪了。 |
25 | এখনো কাম্পালার কিছু টুইটার ব্যবহারকারী কিছু প্রবন্ধ যুক্ত করতে সক্ষম হচ্ছে: | 还是催泪瓦斯? |
26 | @অর্থারনাককাকা (১৮ ঘন্টা আগে):গুলি ছোড়া হচ্ছে। নাকি এটি কাঁদানে গ্যাস? | #Makerere |
27 | #মাকেরেরে @অর্থারনাককাকা (১৮ ঘন্টা আগে): ছাত্রছাত্রীরা আর্ত চিৎকার এবং দৌড়াদৌড়ি করছে। | @arthurnakkaka (18小时前):学生四处尖叫奔跑。 |
28 | পরিস্থিতি আরো খারাপের দিক গড়াচ্ছে। #মাকেরেরে | 情况变糟了#Makerere |
29 | @এসপিন্ডেলার (১৮ ঘন্টা আগে) উগান্ডার কাম্পালার মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন। এটি প্রদর্শিত হয় নিরাপত্তা রক্ষীর গুলিতে গতরাতে দু'জন ছাত্র মারা যাবার ঘটনায়। | @aspindler2 (18小时前):昨夜两名乌干达玛凯雷雷大学学生遭保全射杀后,示威游行开始了。 |
30 | পুলিশ উত্তেজিত জনতার উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। | 警方以催泪瓦斯驱赶人群。 |
31 | @মারিয়ামবে মারিয়া (১৪ ঘন্টা আগে): মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় দু'জন নিহত হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর, সরকারকে এই ঘটনাটি জানানোর উপায় কি?? | @mirembe_maria (14小时前):玛凯雷雷大学抗议导致两死一重伤,政府该采取什么行动? |
32 | কাসুবি সমাধিক্ষেত্র আগুনে জ্বলে গেছে | 卡苏比陵惨遭祝融 |
33 | মঙ্গলবার রাতে, দৃশ্যত সম্পর্কিত নয় এক ঘটনায় কাসুবি সমাধিক্ষেত্র আগুনে ছাই হয়ে গেছে। এই সমাধিক্ষেত্রটি উগান্ডার বুগান্ডা জাতির রাজাদের সমাধিস্থল। | 3月16日晚发生了与上述不相关的事件:乌干达的布干达(Baganda)族国王的墓地卡苏比陵惨遭大火烧光。 |
34 | বুগান্ডা উপজাতির বর্তমান রাজার সাথে উগান্ডার রাষ্ট্রপতি ইয়োরে মুসেভেনির দ্বন্দ্ব সম্প্রতি খবরের কাগজে উঠে আসে। | 近日的新闻报导了布干达族人现任国王与乌干达总统Yoweri Museveni的冲突。 |
35 | ২০০৯ সালের উভয়ের মধ্যে সৃষ্ট উত্তেজনায় কাম্পালায় এক প্রাণঘাতী দাঙ্গার সূত্রপাত হয় এবং নাগরিকরা শঙ্কিত যে এই অগ্নিকাণ্ড ভবিষ্যৎ-এ এক অস্থিরতার জন্ম দেবে। | 去年九月,两人之间的紧张局势导致坎帕拉发生致命的暴动,民众担忧这场大火会造成未来的动乱。 |
36 | উগান্ডার ব্লগার ২৭ন্থ কমরেড লিখেছে” | 乌干达博客27th Comrade写道: |
37 | যখন এ রকম এক এলাকা অগ্নিকাণ্ডে জ্বলে যায় তখন সাধারণত তা ইচ্ছাকৃতভাবে করা হয়। | 这种地方会烧得精光通常是因为纵火。 |
38 | এই এলাকার কবর ঘাসের আচ্ছাদনে তৈরি, সমাধি গুলোও তাই, কাজেই এখানে ভয়াবহ ভাবে আগুন ছড়িয়ে পড়ে। | 由于这些陵墓是由茅草做成,所以火的破坏性极大。 |
39 | ইতোমধ্যে আমার চারপাশের কয়েকজন বদমাইশ বুদ্ধিমান বলছে, “এটা সরকারের কাজ!” | 我身边已经有一些自以为聪明的人说是政府放的火,但我比较想说放火的是反对人士。 |
40 | তার বদলে আমি বলবো, “এটা বিরোধীদের কাজ!” | 不过我想应该是某些不小心的职员种下了火苗。 |
41 | কিন্তু আমি ধারণা করছি এটা এমন এক দায়িত্বহীন ব্যক্তির কাজ যে আগুন নিয়ে খেলা করেছে। | 我们就等着看新闻怎么报吧。 |
42 | প্রকৃত সংবাদের জন্য অপেক্ষা করতে হবে। | 博客兼记者的Rosebell写道: |
43 | ব্লগার এবং সাংবাদিক রোজাবেল লিখেছে: | 总统Museveni的政府和布干达王国之间的关系一点也不乐观,这使很多人有充分的理由认为事件可能是某种卑鄙的手段。 |
44 | রাষ্ট্রপতি মুসেভেনি সরকারের সাথে বুগান্ডা রাজ্যের সম্পর্ক গোলাপ বিনিময়ের মত নয় এবং এই ঘটনা অনেকের মাথায় এক উর্বর কাহিনীর জন্ম দেবার মত এক ক্ষেত্র তৈরি করেছে যারা মনে করেন উভয়ের মধ্যে অনেক সংঘাত রয়েছে। | 似乎有 很多人预计暴动会于黎明而起。 |
45 | অনেক মনে করেছিল এই ঘটনায় সূর্যোদয়ের সাথে সাথে দাঙ্গা ছড়িয়ে পড়বে। | 我们只希望会针对陵墓起火事件展开彻底的调查,而且没有人因此葬身火窟或有财物损失。 |
46 | আমরা কেবল আশা করি এই আগুন লাগার ঘটনায় সঠিক তদন্ত হবে এবং এই ঘটনায় কোন লোক তার জীবন এবং সম্পদ হারাবে না। | 这对布干达领袖而言也是关键的时刻,卡 苏比陵对全国来说同样是重要的遗产。 |
47 | কাসুবি সমাধি একই সাথে রাষ্ট্রের এক ঐতিহ্য, কাজেই আমি আশা করবো উভয় পক্ষ সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই বিষয়টি সামাধান করবে। | 所以我希望双方能以最大的克制力来处理这则议题。 |
48 | টুইটারের উগান্ডাবাসীরা একই সমান উদ্বিগ্ন: | 推特上的乌干达人也同样担心: |
49 | @ডাপফনজএমপায়ার (ছয় ঘন্টা আগে): কাসুবি সমাধি আগুন জ্বলে গেছে…ওহ ঈশ্বর কোথায় আমরা মাথার রেখেছি। | @daphnzempire (六小时前):卡苏比陵起火了…我的天啊,我们到底走向何方? |
50 | @কাকাজি (৬ ঘন্টা আগে): কাসুবি সমাধি দুই ঘন্টা আগে জ্বলে গেছে.. | @Kakazi (六小时前):卡苏比陵大概两小时前烧光了…我衷心祈祷不是纵火! |
51 | আমি সৎ মনে প্রার্থনা করছি!! | 这是我们文化遗产的一大损失..:-( |
52 | এটা অগ্নিসংযোগের কোন ঘটনা না হয়!! আমাদের এক মহান ঐতিহ্য ধ্বংস হয়ে যাওয়া…:-( | @mugumya (六小时前):卡苏比陵焚毁后,我怕明天可能会有些骚动。 |
53 | @মাগুমায়া (৬ ঘন্টা আগে): আমি শঙ্কিত যে কাম্পালায় কাসুবি সমাধি বিনষ্ট হবার ঘটনা নিয়ে আগামীকাল গোলোযোগ হতে পারে। | 曾住在坎帕拉的美国人Lauren则忆起之前与朋友造访陵墓: |
54 | লরেন একজন আমেরিকাবাসী যে এক সময় কাম্পালায় বাস করতো, তিনি তার বন্ধুদের সমাধি স্থানে ভ্রমণ করতে নিয়ে যাবার কথা স্মরণ করেছেন: | 对我来说,卡苏比陵不仅只是一处重要的文化历史建筑而已。 |
55 | কাসুবি সমাধিক্ষেত্র আমার কাছে সংস্কৃতি ও ইতিহাসের চেয়ে গুরুত্বপুর্ণ বিষয়। | 当我们还在乌干达时,就是住在卡苏比陵的附近。 |
56 | যখন আমরা উগান্ডায় বাস করতাম, সে সময় আমাদের বাসগৃহ ছিল কাসুবি পাহাড়ের চুড়ায় এবং আমরা প্রতিদিন কাম্পালার উপশহরে যাওয়া ও আসার সময় সমাধিক্ষেত্রটি অতিক্রম করতাম। | 我们的公寓就在卡 苏比丘 的脚下,而且我们每日来回坎帕拉闹区都会经过陵墓。 |
57 | অনেক অতিথিকে আমরা সেই সমাধিস্থল দেখাতে নিয়ে যেতাম যাতে আমরা বুগান্ডা উপজাতি সম্বন্ধে আরো বেশি জানতে পারি, এটি একটি ইতিহাস এবং সংস্কৃতি কেন্দ্র । | 我们曾带很多访客去参观陵墓,并认识布干达族的历史和文化。 |
58 | আমি সব সময় সমাধিস্থল ও তার পাহারাদারদের অতিক্রম করে যাবার সময় আনন্দ পেতাম; সেখানকার পাহারাদাররা ঐতিহ্যবাহী জাফরান (কুঙ্কুম)-রঙ্গের পোশাক পরে থাকে এবং সমাধিস্থলের বিপরীতে যে বিশাল গাছ রয়েছে তাতে হেলান দিয়ে থাকে। | 我总爱行经守墓人面前,看他们身着传统藏红 花色长袍,倚在墓前的大树下,耐心等候迎接下群访客的到来。 |
59 | তারা ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে পরবর্তী দর্শনার্থীকে অভিবাদন জানানোর জন্য। | 2008年十月的卡苏比陵。 照片来自Lauren。 |
60 | অক্টোবর ২০০৮-এ কাসুবি সমাধিক্ষেত্র, ছবি লরেন-এর সৌজন্যে | 校对:Soup |