# | ben | zhs |
---|
1 | আর্জেন্টিনা: পোমার পরিবারে ঘটা বিয়োগান্তক ঘটনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো বেশ বড় করে উল্লেখ করে পোমার পরিবারে হারিয়ে যাবার ঘটনা। | 阿根廷:家族命案的社会效应 |
2 | গত ১৪ই নভেম্বর, ফেরনান্ডো পোমার ও তার স্ত্রী গ্যাব্রিয়েল ভিয়াগ্রাম এবং তাদের দুই সন্তান কান্দেলারিয়া ও পিলার, পারগামিনো শহরের রাস্তায় গাড়িতে করে ভ্রমণ করছিল। পারগামিনো শহর দেশটির রাজধানী বুয়েনোস আয়ার্স থেকে ২২০ কিলোমিটার দুরে অবস্থিত। | 过去几个星期,阿根廷媒体大幅报导Pomar家族失踪事件,11月14日,Fernando Pomar驾车载着妻子Gabriela Viagrán和两个孩子Candelaria及Pilar,前往距首都220公里的Pergamino市旅游,但全家人经过一个收费站之后便下落不明。 |
3 | একটি টোল বা শুল্ক তোলার স্থান পার হবার পর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ এবং প্রচার মাধ্যম উভয়ে এই হারিয়ে যাওয়া পরিবার সম্বন্ধে বিভিন্ন ধারণা প্রদান করছিল। | 包括警方与媒体均有各种假设,许多人指控父亲可能杀害一家。 |
4 | এই সব ধারণার মধ্যে ছিল খুনী হিসেবে এই পরিবারের প্রধান ফার্নার্ন্ডো পোমারকে অভিযুক্ত করা। তাকে এই পরিবারের নিহত হবার জন্য দায়ী করা হয় এবং পরিবারিক এক খুনের ঘটনায় তাকে সম্ভাব্য খুনী হিসেবে বিবেচনা করা হয়। | 12月8日,人们在Pergamino市附近发现失踪汽车在路旁翻覆,《El Clarín》指称全家人当场死亡,警方认为车祸为意外,汽车因转弯不及而发生事故,因为路边草丛太高,才无法提早发现车辆。 |
5 | গত ৮ ডিসেম্বর, পারগামিনো শহরের এক রাস্তার পাশে গাড়িটি উল্টানো অবস্থায় পাওয়া যায়। সংবাদপত্র এল ক্লারিন [স্প্যানিশ ভাষায়] জানায়, পরিবারের সকল সদস্যকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। | 此事在阿根廷社会引发两项话题,第一是警方办案效率,只要在Twitter网站上搜寻#pomar这个标签,就能找到许多意见,指责警方办案无能。 |
6 | পুলিশ জানায় মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা: গাড়িটি একটি বাঁক পার হতে না পেরে উল্টে যায়। | @la_despistada写道: |
7 | রাস্তার পাশের জমি এড়াতে গিয়ে এই অবস্থার সৃষ্টি হতে পারে যা শীঘ্রই জানা যাবে। পুলিশের এই রহস্য উদ্ঘাটন শেষে, আর্জেন্টিনার নেট নাগরিকরা মূলত: দু'টি বিষয় নিয়ে আলোচনা করেছে। | 调查本案的警方,平常也负责维护社会治安、保护人民安全吗? |
8 | প্রথমটি হচ্ছে পুলিশের অদক্ষতা। | christian4oux亦表示: |
9 | টুইটারে “#পোমার” [স্প্যানিশ ভাষায়] হ্যাসটাগে -এ খুঁজে যে কেউ আবিষ্কার করতে পারে যে বুয়েনোস আয়ার্স প্রদেশের পুলিশের এই রহস্য উদ্ঘাটনের অদক্ষতা নিয়ে প্রচুর মতামত এসেছে। | |
10 | ব্যবহারকারী @লা_ডেসপিসটাডা [স্প্যানিশ ভাষায়] লিখেছেন: সেই একই পুলিশ যারা পোমারের ঘটনা তদন্ত করে দেখেছে, যারা নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই করে, তারাই আমাদের রক্ষার দায়িত্বে নিয়োজিত??? | 得知保护人民「安全」的机构如此贪腐无能,让我感到相当无力。 |
11 | # পোমার একই সাথে ব্যবহারকারী ক্রিস্টিয়ান৪উক্স [স্প্যানিশ ভাষায়] বিষয়টি আমাদের জানাচ্ছে [স্প্যানিশ ভাষায়]: | JSK-SDE很难想像,竟然得花24天才能找到失踪车辆: |
12 | এটা জানার মধ্যে দিয়ে এক নির্জীব অনুভূতি ঢুকে যায় তা হল, যে প্রতিষ্ঠান আমাদের নিরাপত্তা প্রদান করার কথা, সেটি দুর্নীতিবাজে ভরা এবং অযোগ্য #পোলিসিয়া# পোমার। | 通往Pergamino市的交通很繁忙,附近还有不少建筑物,却没有任何人看到或感觉到任何事? |
13 | ব্লগার জেএসএকে-এসডিএই-র [স্প্যানিশ ভাষায়] পক্ষে বিশ্বাস করা কঠিন যে এই গাড়িটিকে খুঁজে বের করতে ২৪ দিন সময় লেগেছে: | 实在难以相信,24天都没有目击者或通报者。 |
14 | [পারগামিনোতে যাবার রাস্তা] এই রাস্তাটাকে অন্যতম এক ব্যস্ত রাস্তা হিসেবে জানা যায়, এর কাছে অনেকগুলো স্থাপনা রয়েছে। সেখানে কেউ কিছু দেখে নি বা কোন কিছু অনুভব করে নি? | Soy Más de lo Mismo及Visualmente也加入治安相关讨论话题。 |
15 | এটা বিশ্বাস করা কঠিন, ২৪ দিন ধরে কেউ কিছুই দেখে নি বা কোন কিছু অনুভব করে নি, এটা ভাবা সত্যিই খুব কঠিন। ব্লগ সোয় মাস ডে লো মিসমো [স্প্যানিশ ভাষায়] এবং ভিসুয়ালমেন্তে [স্প্যানিশ ভাষায়] নিরাপত্তাহীনতার বিষয়ে আলোচনায় যোগ দিয়েছে। | 另一项话题焦点则是媒体表现,包括电视和报纸先前都提出各种揣测,Alejandro Agostinelli在Magia Crítica博客提到,媒体讨论此事时犹如「灵媒」: |
16 | অন্য যে মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল প্রচার মাধ্যমের দক্ষতা। টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ মাধ্যম উভয়ে এই পরিবার সম্বন্ধে সব রকমের তত্ত্ব তৈরি করেছে। | 半心理学家及具灵异体质者宣称他们还活着,幽浮学家认为是远端传输,犯罪专家认为是父亲出于怨恨而生杀机,或是指控与祖父有关,但现在我们知道Pomar一家人是死于车祸。 |
17 | মাগিয়া ক্রিটিকায় [স্প্যানিশ ভাষায়] আলেজান্দ্রো আগোসটিনেলি প্রচার মাধ্যমের কথা বলছে, যারা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এক “মানসিক বিকারকে” তুলে ধরেছে। | Daniel Molina在Twitter上指出: |
18 | প্যারাসাইকোলজিস্ট (অধিমনোবিজ্ঞান) বা ক্লারিভিয়ন্টরা (যারা অস্বাভাবিক ঘটনা বা অতিপ্রাকৃত শক্তি নিয়ে কাজ করে) বলছেন যে গাড়ীর আরোহীরা এখনও জীবিত। | 本案反映出阿根廷新闻业弊病多么严重,他们说的每件事全是谎言,毫无正面效果。 |
19 | ইউফোলজিস্ট বা (ইউএফও ) রহসম্যয় উড়ন্ত বস্ত নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছে যে তাদের টেলিপোর্টেশন (সায়েন্স ফিকশনে এই শব্দটি ব্যবহার করা হয়, এক জায়গা থেকে কোন যান ছাড়াই ভিন্ন স্থানে পাঠিয়ে দেবার প্রক্রিয়া) করা হয়েছে বা ভিন্ন কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। | |
20 | যারা অপরাধ বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ তারা পিতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অথবা তারা পরিবারের পিতার যিনি পিতা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। | La Puta Pituca及Los Lanzallamas博客上,亦有与媒体报导相关的文章。 |
21 | এখন আমরা জানি যে পোমার পরিবারের সবাই এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। টুইটারে, ব্যবহারকারী ড্যানিয়েল মোলিনা [স্প্যানিশ ভাষায়] বলছেন: | Seguridad Vial博客则希望将焦点放在另一个角度,希望能因本案而改善道路安全政策: |
22 | পোমার পরিবারের ঘটনা আর্জেন্টিনার সংবাদিকতার গুরুত্বের অবস্থান নির্ধারণ: সেখানে তারা যা বলেছিল তার সবই ছিল মিথ্যায় ভরা, যা ঘটনার প্রচণ্ডতা কমাতে কোন সাহায্য করে নি। | |
23 | এই বিষয়ে প্রচার মাধ্যমে দেওয়া বিভিন্ন সংবাদ পাওয়া যাবে ব্লগ লা পুনটা পিটুকা [স্প্যানিশ ভাষায়] এবং লস লানজালামাস-এ [স্প্যানিশ ভাষায়]। সেগুরিদাদ ভিয়াল-এ [স্প্যানিশ ভাষায়], তারা অন্য একটি বিষয়ের উপর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে: আশা করা যায় এই ঘটনা, রাস্তায় টহলরত নিরাপত্তা পুলিশের কাজের মান উন্নত করবে। | 希望这些生命能发挥一些效果,本案以悲剧收场,虽然无法让媒体畅销,但肯定不会受人遗忘,我们盼望媒体先前浪费这么多时间与版面,现在能转而要求改善路况,这个话题可绝对不算浪费口舌。 |
24 | আশা করা যায় এই মৃত্যু বৃথা যাবে না এবং এখন এই ঘটনার সমাধান হয়েছে- বেদনাদায়ক ভাবে, যদিও এমন এক ঘটনা যা “বিক্রি” করার মত নয়-তারপরেও এই ঘটনা ভুলে যাবার নয়। | 校对:Soup |
25 | চলুন আমরা এক আশায় বুক বাঁধি যে, আমাদের প্রচার মাধ্যমের সহকর্মীরা এই বিষয়ে যা লিখেছে এবং বলেছে, তা বৃথা, রাস্তায় আরো নিরাপত্তার দাবি পূরণ করা হবে, এই ঘটনায় বলা যায়, এটি কখনই সময়ের অপচয় নয়। | |