Sentence alignment for gv-ben-20090328-2103.xml (html) - gv-zhs-20090319-2092.xml (html)

#benzhs
1সৌদি আরব: ধুলিঝড়ের উপর তোলা গোছানো তথ্যচিত্র沙乌地阿拉伯:记录沙尘暴
2সৌদি আরবের ব্লগাররা এক বিশাল মরুঝড় এর চিত্র ধারণ করার সুযোগ পেয়েছিল তাদের সাথে থাকা ক্যামেরা ও ভিডিও ক্যামেরার মাধ্যমে।
3এই ধুলিঝড় সৌদি আরবের রাজধানী রিয়াদকে ঢেকে ফেলেছিল এবং এর ব্যাপকতা এতই বেশী ছিল যে কয়েক মিটার দুরের জিনিষ মাত্র দেখা যাচ্ছিল, আর জীবন যেন স্থির হয়ে দাড়িয়ে ছিল।
4রিয়াদ ট্রাভেল ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে যে ঝড় গুড়ি মেরে যেন পুর্ণ গতিতে ধেয়ে আসছে আর মুহূর্তের মধ্যে পুরো রিয়াদ শহরকে ঢেকে ফেলছে।
5রিয়াদ ট্রাভেল মন্তব্য করেছে: আক্ষরিক অর্থে কয়েক মিনিটের মধ্যে ধুলিঝড়ে সব ঢেকে যাওয়ার বাস্তব অভিজ্ঞতার সাক্ষী হওয়া -এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।沙乌地阿拉伯博客带着相机和摄影机,记录一场笼罩首都利雅达(Riyadh)的沙尘暴,让当地能见度只剩几公尺,生活也全数停摆。
6সেদিনের শুরুটা ছিল পরিস্কার, আকাশ ছিল নীল….. এবং কয়েক মিনিটের মধ্যে পুরো শহর যেন ধুলির চাদরে ঢেকে গেল।Riyadh Travels在YouTube网站上张贴以下片段,记录风沙全速涌来,几分钟内便席卷整座城市。
7সে সময় কেবল কয়েক মিটার সামনের দৃশ্য দেখা যাচ্ছিল।Riyadh Travels表示:
8মাদ্রিদি০৮ ও ধুলিঝড়ের উপর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন:
9সৌদি উওমেন ওয়েবব্লগ ধুলিঝড়ের ছবি পোস্ট করেছে এবং ভদ্রমহিলা ধুলিঝড়ে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন:
10আজ সত্যিই একটা বাজে ধুলিঝড় এখান দিয়ে বয়ে গেছে। সকালে কারো পক্ষেই ধারণা করা সম্ভব হয়নি যে এ রকম কিছু ঘটতে পারে।在短短几分钟以内目睹沙尘暴蔓延开来,实在是很特别的经验,原本是蔚蓝晴空,…几分钟后就只见一片黄沙,视野只剩几公尺。
11আমি সকাল ৭.Madridy08也在YouTube网站张贴一段影片:
12৩০ মিনিটে বাসা থেকে বের হই। সে সময় আকাশ ছিল নীল ও একেবারেই পরিস্কার।Saudiwoman's Weblog张贴当时情景照片,并写下她的体验:
13সেদিনই কিছুক্ষণ পরে, একটা ক্লাশ নেবার পর আমি আমার ছেলেকে আনতে গেলাম, আমাকে এই ঝড়ের মধ্যে দিয়ে গাড়ী চালাতে হয়েছে। আমি এই ঝড়ের কয়েকটি ছবি তুলেছি যাতে আপনারা দেখতে পাবেন দিকচক্রাবল থেকে কি ভাবে এটি ধেয়ে আসছে।今天有场严重的沙尘暴,早上根本毫无迹象,我在七点半出门,天空湛蓝无云,我后来演讲完毕要去接儿子,必须直直驶进沙尘暴之中, 我拍了几张照片,可以见到沙尘自地平线那头涌来,这段车程原本是45分钟,我却多花一倍时间,汽车几乎动弹不得,四处警笛大作,我看到许多消防车、救护车 与警车随沙尘暴而来,对气喘患者是很糟糕的一天。
14যেখানে গাড়ি করে আমার যেতে ৪৫ মিনিট সময় লাগে সেদিন সেখানে পৌছাতে আমরা এর দ্বিগুণ সময় লেগেছে।
15গাড়ী চালাতে খুব কষ্ট হচ্ছিল, এবং খুব ধীর গতিতে গাড়ীগুলো চলছিল। তখন সাইরেন বেজে চলছিল।Life Thru Dusty Lens张贴相关照片后表示:
16ফায়ারট্রাক বা অগ্নিনির্বাপক গাড়ী, এ্যম্বুলেন্স, ও পুলিশের গাড়ীগুলো ঝড়কে অনুসরণ করছিল।
17যে সমস্ত লোকের হাপানী রয়েছে তাদের জন্য সত্যিই একটা খারাপ দিন ছিল সেদিন।这场沙尘暴来得非常快,天空在几分钟内突然阴暗且黄沙滚滚。
18লাইফ থ্রু ডাস্টি লেনও বেশ কিছ ঝড়ের ছবি পোস্ট করে মন্তব্য করেছেন: এই ধুলিঝড় খুব দ্রুত উড়ে এলো।身在利雅达的Boyd Jones也在文章一开始张贴诸多照片,这是其中一张:
19মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ অন্ধকার ও হলুদে বর্ণে রূপান্তরিত হল। বয়েড জোনস সে সময় রিয়াদে ছিল।Majeed 99[阿拉伯文]收集并转贴多个来源的照片,Crossroads Arabia博客的John Burgess提供相关新闻连结。
20সেও এই ঝড়ের উপর ধারাবাহিক কয়েকটি ছবি পোস্ট করেছে। এখানে তার একটি:邻国科威特的博客Frankom[阿拉伯文]抱怨:
21দিগন্ত থেকে ধেয়ে আসছে ধুলিঝড় মাজিদ৯৯ সৌদি আরব থেকে ধুলিঝড়ের উপর তোলা ছবি পোস্ট করেছেন (আরবী ভাষায় বর্ণনা সহ)।今年降雨不足,冬天一片尘埃,夏天一片尘埃,春天一片尘埃,秋天一片尘埃,…但我无论如何仍感谢上帝,让我们的情况好过他人。
22এই ছবিগুলো তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছেন।
23অন্যদিকে ক্রসরোড অ্যারাবিয়ার জন বার্জেস বিভিন্ন সংবাদ সংস্থার থেকে পাওয়া ঝড়ের সংবাদ ব্লগে জুড়ে দিয়েছেন।
24একই সময় কুয়েতি ব্লগার ফ্রাঙ্কোম অভিযোগ করেছেন: এ বছরে কোন বৃষ্টি হয়নি।校对:Soup
25আমাদের শীতকাল থাকে ধুলোয় ভরপুর, আমাদের গ্রীষ্মকাল ধুলোময়, আমাদের বসন্ত আমাদের ধুলো দিয়ে যায়, আমাদের শরৎ ধুলোর শরৎ- কিন্তু আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই, কারন আমাদের অবস্থা অন্যদের চেয়ে ভালো।