# | ben | zhs |
---|
1 | রাশিয়া: ব্লগাররা বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা করছে | 俄罗斯:博客讨论柏林围墙20周年 |
2 | ব্রান্ডেনবুর্গ গেটের সামনে বার্লিন প্রাচীর-১৯৮৯ সাল, ছবি রমটমটম এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। | 1989年布兰登堡门前的柏林围墙,照片来自Flickr用户romtomtom |
3 | অনেক ব্লগার এই দিনটিকে ব্যবহার করেছে তাদের পাঠকদের বর্তমান রাজনৈতিক অবস্থা স্মরণ করিয়ে দেবার জন্য। এই বিষয়ে অনেকে তাদের নৈরাশ্য প্রকাশ করেছে, কিন্তু বেশীরভাগ ব্লগার নিজেদের প্রশ্ন করছে: “কেন কেউ এই দিনটি নিয়ে কোন কথা বলছে না? | 柏林围墙倒塌届满20年,有些人称此事为「20世纪最重要历史事件」,不过并没有太多俄罗斯博客记得、庆祝或讨论此事,对多数俄国博客而言,柏林围墙倒塌只存在于儿童/青少年记忆中,与其说是史实,更像是个传说。 |
4 | কেন সবাই দিনটি উদযাপন করছে না”? রুশ রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা আন্দ্রেই ইলারিওনোভ (লাইভজার্নালে নিক আইলারিওনোভ [রুশ ভাষায়])। | 有些博客利用这个日子,提醒读者各种政治现局,有些人语带讽刺,但多数人自问:「为何俄国没有人讨论这个日子? |
5 | তিনি তার ব্লগে লিখেছেন [রুশ ভাষায়]: | 为何没有公开庆祝活动?」 |
6 | আজ, ২০ বছর পর বিশ্ব “তার নিজের অন্যতম এক গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ঘটনা উদযাপন করছে” যা বিংশ শতাব্দীর শেষে ঘটেছিল- এই ঘটনা ইউরোপে কর্তৃত্ব পরায়ণ কমিউনিস্ট স্বৈরাতন্ত্রের পতন ঘটায়। | |
7 | বিশ্বের অনেক দেশে এই দিবসটি উদযাপিত হয়। তবে দিবসটি রাশিয়ায় উদযাপিত হয় না। | 前总统顾问Andrei Illarionov(即LiveJournal用户aillarionov)在博客上指出: |
8 | সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়ে জন্ম নেওয়া ডজন খানেক স্বাধীন রাষ্ট্রেও এই দিবসটি পালন করা হয় না। এইসব রাষ্ট্রও গভীরভাবে আটকে রয়েছে তাদের কর্তৃত্ব পরায়ণ শাসন ক্ষমতার মধ্যে। | 20年后,举世在今日庆祝20世纪末「最重要地缘政治事件」,亦即欧洲极权共产独裁体制崩溃,许多国家都在庆祝。 |
9 | ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘটনাকে রাশিয়ার উপেক্ষা করার মানে, ধ্বংস করে ফেলা প্রাচীরের জায়গায় এক নতুন দেওয়াল নির্মাণ করা হয়েছে। | |
10 | এই দেওয়ালটি অদৃশ্য, কিন্তু তা কার্যকর, এটি আমাদের দেশের নাগরিক ও ভ্রাতাদের বাকী বিশ্বের সাথে আলাদা করে ফেলেছে। | 但不包括俄罗斯或十多个后苏联国家,他们不仅困在历史中,也陷入新独裁主义之中。 |
11 | ইলিয়া ফাইবিসোভিচ (লাইভ জার্নাল নিকফাইবিসোভিচ [রুশ ভাষায়]) এই দিবসটি সম্বন্ধে প্রচারণার অভাব দেখে বিস্মিত [রুশ ভাষায়]: | 俄国刻意忽视这个重要历史事件,强调新立的围墙比过去更巨大。 |
12 | এটা সত্যিই অবিশ্বাস্য এক বিষয় […] যে, “ইকো অফ মস্কো” [মস্কোর এক উদারনৈতিক রেডিও স্টেশন], “লেন্টা. রু”, “গেজেত্তা. | 这堵围墙无影无形,但仍企图孤立俄国及相关国家人民,隔绝于世界其他地区之外。 |
13 | রু” অথবা রাশিয়ার যে কোন উদার কোন সংবাদ পোর্টালে এই বিষয়ে (এমনকি “আরআইএ নোভোস্টি” অথবা “ইন্টারফ্যাক্স” এর মত পোর্টাল) -এমন “কোন সংবাদ” ছিল না, যা সারা বিশ্বের ওয়েবে প্রদর্শন করার যোগ্য। | |
14 | এবং এই রহস্যময় “কোন সংবাদ” রাশিয়ার জন্য অনেক কিছু বয়ে আনতে পারে। এখন দেখা যাচ্ছে এই বিষয়ে সংবাদের কোন দরকার নেই। | Ilya Faibisovich(LiveJournal用户faibisovich)也很意外公开活动这么少: |
15 | কিন্তু সংবাদপত্রে প্রচুর সংবাদ রয়েছে (তা নির্ভর করছে আপনার কি ধরনের সংবাদ পড়তে ইচ্ছে করে তার উপর) যেমন, “সোভিয়েত যুগের অভিনেতার মৃত্যু”, “কিম চেন ইর কয়টি ট্রেন রয়েছে”, “কয়েকজন পুলিশ কর্মকর্তা যারা ভিডিও ব্লগ কিভাবে করতে হয় তা শিখেছে” [গ্লোবাল ভয়েসেসের ইংরেজী পাতায় এই সংবাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে] এবং গিন্সবার্গের [নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীর] মৃত্যু। আরেকজন ব্লগার সিন্থথিসিস এই ঘটনাটিকে জয়ের বদলে পরাজয় হিসেবে দেখেন: | 真的很夸张,[…]无论是自由派电台「Echo of Moscow」、「Lenta.ru」、「Gazeta.ru」,所有尚称重要的俄国「新闻入口网站」里(也包括「RIA Novosti」及「Interfax」),都缺少世界其他网站都具备的「某项内容」,而这神秘的「某项内容」与俄国大有关系,但却彷佛与俄国毫无关系, 可是这些网站里却有许多其他「新闻」(取决于新闻品味何在),例如「苏联时代演员过世」、「朝鲜总统金正日有多少火车」、「警察学会使用影音博客」、「诺贝尔奖得主Vitaly L. |
16 | সোভিয়েত ইউনিয়ন নামক রাষ্ট্রে জন্মগ্রহণ কারী হিসেবে আমি এই ঘটনার প্রতি বিশেষ মনোভাব পোষণ করি। | Ginzburg辞世」等。 |
17 | আমি মনে করি আমি ছাড়াও এমন অনেকে রয়েছে যারা এই ঘটনার কথা শুনলে থুতু নিক্ষেপ করে। […] | 另一位博客SynthThesis认为柏林围墙是场失败,而非胜利: |
18 | এখন যে বিভ্রান্ত তৈরি হয়, তাতে সকলেই সিদ্ধান্ত নিতে পারে যে, এই সমস্ত নির্মাণ করা সত্য যে কোন কম্পিউটার গেমের চেয়ে ভালো। | 我生于前苏联地区,对此话题态度很明确,此事已有许多人在吐口水,不差我一个。[ …] |
19 | কিছু ব্লগার এই ঘটনার স্মরণ করে তার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য কিছু ছবি ব্যবহার করেছে। | 如今因为爱好真相者的行为,将人人可为自己决定的幻觉植入大众脑中,力量更甚任何电脑游戏。 |
20 | লাইভজার্নাল ব্যবহারকারী এমেলিটো হারিয়ে যাওয়া দেওয়ালের বেশ কিছু ছবি প্রকাশ করেছে [রুশ ভাষায়]। লাইভ ইন্টারনেট প্লাটফর্ম ব্যবহারকারী সটোভারইয়াসিজ মিরি [রুশ ভাষায়] আমাদের ১৭টি ছবি দেখাচ্ছেন। | 有些博客用照片纪念此事,LiveJournal用户Amelito张贴围墙倒塌的一系列照片;LiveJournal用户Sotvoryaushij Miry转载17张照片,Privet用户Gernov51细数1989年的种种事件,导致冷战告终。 |
21 | প্রাইভেট ইউজার বা ব্যক্তিগত ব্যবহারকারী জেরনভ৫১ [রুশ ভাষায়] ১৯৮৯ সালে ঘটা এই ঘটনার ধারাবাহিক সময় সূচি এখানে পোস্ট করেছেন, যা শীতল যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় [রুশ ভাষায়]। | |
22 | কিছু বাড়তি তথ্য: | 相关资讯 |
23 | ২০০৯ সালের অক্টোবর মাসে লেভাডা সেন্টারের করা এক জরিপ অনুসারে [রুশ ভাষায়] শতকরা ৬৩ জন রুশ নাগরিক বার্লিন প্রাচীরের পতনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, যেখানে শতকরা ১১ জন ঘটনাটিকে নেতিবাচক চোখে দেখে। | |
24 | ১৯৮৯ সালের কোন ঘটনাটিকে বছরের সেরা ঘটনা বলে মনে করেন, এই প্রশ্নের জবাবে, বেশীরভাগ উত্তরদাতা বার্লিন প্রাচীরের পতনকে সে বছরে দ্বিতীয় সেরা ঘটনা হিসেবে বেছে নিয়েছে (২৪ শতাংশ ব্যক্তি), তবে বেশীরভাগের চোখে সে বছরের সেরা ঘটনা ছিল আফগানিস্তান থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়া। | 根据Levada中心在2009年10月的民调结果,63%的受访者认为柏林围墙倒塌是个正面/相对正面的事件,11%认为是负面事件;对于「1989年哪一件事最重要?」,柏林围墙倒塌名列第二(24%);50%的受访者认为苏联军队撤出阿富汗为当年「最重要事件」。 |
25 | শতকরা ৫০ জনের চোখে এটি ছিল সে বছরের “সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা”। | 校对:Soup |