# | ben | zhs |
---|
1 | “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে” | “加萨走廊炸弹如雨般落下” |
2 | গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। | 加萨的巴勒斯坦人民在以色列持续的炮火下彻夜不能成眠。 |
3 | গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে। | 双方交火使当地情势急剧升温,以色列在昨天的空袭中杀死哈马斯军队领袖阿迈德. 阿尔. |
4 | পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। | 贾巴瑞之后火力依旧不减。 据媒体报导,这次冲突已导致十三名加萨人民和三名以色列人死亡。 |
5 | টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন: | Ebaa Rezeq 在推特上分析了巴勒斯坦方的死亡名单: |
6 | @Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা | @Gazanism:目前为止的数字:十五人殉难(其中包括三名儿童,一名怀有双胞胎身孕的妇女和两名老人),另有一百四十人受伤。 |
7 | খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। | Khaled Shawa 分享 邻居的房子被以色列轰炸后燃烧的照片。 |
8 | ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। | 照片来自 @KhaledShawa |
9 | ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন: | Wael Ouda 描述周围轰炸的激烈程度: |
10 | @WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. | @WillOuda:无人机简直就是在我们的客厅里“散步”…… 在头顶上发出好大好吵的声音。 |
11 | এতই বিকট শব্দ মাথার উপরে। | 在另一则推特中他告诉大家这次攻击造成的伤亡人数: |
12 | #গাজা আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন: | @WillOuda:死亡人数:14-15 人,超过一百廿人受伤 |
13 | @WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা। | 遭受攻击的加萨走廊。 |
14 | গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে। | 照片由 @journeytogaza 在推特上分享。 |
15 | এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন: | Majed Abusalama 说: |
16 | @MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত | @MajedAbusalama:北加萨现在炸弹如雨般落下。 |
17 | অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে: | 同时 Abu Omar 在 Youtube 上传了一段 超现实的影片,标题是《加萨孩子们在轰炸中依然踢着足球》: |
18 | এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। | 影片中虽然背景不断有爆炸发生,小孩一依然在玩耍。 |
19 | ওলা আনান বলছেন: | Ola Anan 回应: |
20 | @olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে! | @olanan:加萨正遭受攻击,一群孩子们依然决定上街踢球。 |
21 | বিশ্ব দেখ এই আমাদের জীবন! | 我们教世界何谓人生! |
22 | এবং মাজেদ আবুসালামা যোগ করছেন: | Majed Abusalama 补充: |
23 | @MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। | @MajedAbusalama:加萨人民现在士气高昂。 |
24 | তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না। | 他们可以破坏我们的一切,杀死我们的孩子,但永远无法摧毁我们的意志和梦想。 |
25 | খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! | 神意解放我们! |
26 | মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে। | 加萨群众在面包店外排队购买面包。 |
27 | ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে। | 照片由 @sarahussein 在推特上分享。 |
28 | ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। | 同时得以进入加萨走廊的记者 Sara Hussein 分享了人群在面包店外排队的照片。 |
29 | তিনি টুইট করেছেন: | 她在推特上说: |
30 | @sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন। | @sarahussein:yfrog.com/nws02mjj 加萨一家面包店外的队伍。 |
31 | মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি | 人们担心食物短缺。 |
32 | এখন কি? | 接下来会如何? |
33 | জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: | Journey to Gaza 想知道会不会有地面进攻: |
34 | @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি? | @journeytogaza:有关于以色列内阁是否决定地面进攻加萨的消息吗? |
35 | টুইটার হ্যাশট্যাগ: | 推特标签: |
36 | টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা). | 可以搜寻以下标签看到更多推特上的对话:#PrayForGaza,#GazaUnderAttack 和 #Gaza。 |
37 | আরও পড়ার জন্যে: | 延伸阅读: |
38 | মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড। | Mondoweiss:两个新消息来源:以色列加萨冲突年表和以色列开火停火历史纪录 |
39 | দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর | 卫报:以色列和加萨军队死亡交锋-即时更新 |