# | ben | zhs |
---|
1 | দক্ষিণ এশিয়া: ২০০৯ সালের ঘটনাবলি ফিরে দেখা ২০০৯ সাল বিদায় নিয়েছে এবং এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন ঘটনাবলিকে ফিরে দেখার সময় এসেছে। | 南亚:2009年回顾 |
2 | দুই খণ্ডের এই পর্যালোচনায় আমরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে সমস্ত প্রধান ঘটনা ঘটেছিল সেই সবকিছু বিষয়ের উপর আবার নজর দেব। | 2009年即将结束,此时正好回顾过去一年南亚地区发生的事。 |
3 | এইসব সংবাদ অত্র অঞ্চলের নাগরিক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এর জন্য গ্লোবাল ভয়েসেস-এর দক্ষিণ এশিয়া বিষয়ক লেখকদের অন্তর্দৃষ্টি এবং তাদের সারা বছরের কঠোর পরিশ্রমকে ধন্যবাদ। | 我们将藉由公民记者的观点评论,分成两个部分来回顾过去这年在南亚国家所发生的一些主要事件。 |
4 | এই বছরটি দক্ষিণ এশিয়া অঞ্চলের লোকদের জন্য ছিল কঠিন এক বছর, কারণ বিশ্ব অর্থনৈতিক মন্দায় এই অঞ্চলের লোকেরাও আক্রান্ত হয়েছিল। | 特别感谢南亚的全球之声作者在这年辛勤工作所带来的视野。 |
5 | জনসংখ্যাবহুল এই অঞ্চলের আয়ের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্য অঞ্চলে গিয়ে কাজ করা অভিবাসী শ্রমিকদের মাধ্যমে। | 由于全球经济衰退也影响到南亚的人们,过去这年对南亚而言亦是艰难的。 |
6 | এ বছর আমরা দেখতে পেয়েছি যে অনেক অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছে কারণ তারা হয় তাদের চাকুরি হারিয়েছে, নতুবা দেখতে পেয়েছে সে সব দেশে আর কাজের সুযোগ নেই। | |
7 | বিদ্যুৎ ছিল এই সমস্ত অঞ্চলের অনেক দেশের প্রধান সমস্যা, যার ফলে অনেক দেশেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল এবং এই সমস্ত দেশ প্রায়শ অন্ধকারে ডুবে থেকেছে। | |
8 | যদিও বাংলা ব্লগের ইতিহাস তুলনামূলক ভাবে সংক্ষিপ্ত, তবে এই ভাষার ব্লগাররা এক মাইলফলক অর্জন করেছে। এ বছর বাংলাভাষী ব্লগারদের লেখা ৫০ টি বই প্রকাশিত হয়েছে একুশে বইমেলাকে উদ্দেশ্য করে। | 许多在中东及世界上其他地方的移工均来自此一人口密集的地区,由于工作机会减少,我们看到许多移工失去工作后返回家园。 |
9 | আমরা প্রকাশ করেছি আরেকটি কৌতুহলজনক পোস্ট যাতে বিদেশী ব্লগারদের চোখে বাংলাদেশকে দেখা হয়েছে। ২৫ ফেব্রুয়ারির সকালবেলা সংবাদ পাওয়া যায় যে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনী) -এর সদর দপ্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। | 因为部分国家得面对电力短缺以及轮流停电,能源亦是重大的关注点。 |
10 | গুজব এবং প্রচার মাধ্যমের মনোযোগের মাঝখানে সিটিজেন সাংবাদিকরা এই ঘটনার তাজা সংবাদ সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে এবং তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে। | |
11 | সাতমসজিদ সড়ক, ৭/এ-এর সামনে এ্যাক এ্যাক কামান বসানো হয়েছে। ছবি দৃষ্টিপাতের সৌজন্যে এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | 虽然孟国的博客发展历史相对较短,孟加拉国博客仍实现了一个里程碑。 |
12 | এই বিদ্রোহ বেদনাদায়ক ভাবে শেষ হয়। বিদ্রোহ শেষে জানা যায়, এই ঘটনায় ১৪৮ জনের মত ব্যক্তি মারা গেছে বা নিখোঁজ রয়েছে, এদের মধ্যে অনেক সামরিক কর্মকর্তা ছিল। | 针对二月的Ekushey书展,约有50本博客发表的书籍出版。 |
13 | এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করে, যার উত্তর পাওয়া যায়নি। মার্চ মাসে ইউটিউব এবং ফাইল শেয়ারিং সাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়। | 我们也有一篇藉由外籍博客观点看孟加拉国的有趣文章。 |
14 | এর উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে উত্তেজিত সামরিক কর্মকর্তাদের কথোপকথনের যে অডিও বা শ্রবণযোগ্য অংশ বাজারে ছড়িয়ে পড়ে যেন তা ছড়িয়ে না পরে। বিদ্রোহের পর প্রধানমন্ত্রী যখন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান তখন তারা বিডিআর বিদ্রোহে গণহারে সামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হবার ঘটনায় প্রতিবাদ জানায়। | 2月25日上午,孟加拉国步枪队(BDR,辅助正规军的边境安全部队)总部传出兵变的消息。 |
15 | বাংলাদেশ ও ভারতের নেটিজেনরা প্রস্তাবিত টিপাইমুখী বাঁধ নির্মাণের ফলে প্রকৃতিতে যে বিরুপ প্রভাব সৃষ্টি হবে সেটি বিশ্লেষণ করেছে। | 在一片谣言和媒体的注意下,公民记者采访了事件的发展并提供重要的观点。 |
16 | (বাংলাদেশের সীমান্ত এলাকার কাছেই অবস্থিত) ভারতের টিপাইমুখী বাঁধ নির্মাণ স্থানীয় জনগোষ্ঠীর জন্য এক বিপর্যয় বয়ে আনবে। | 布署于Satmasjid 7A道的高射炮。 |
17 | বাঁধ নির্মাণের প্রতিবাদে অনলাইনে এক প্রচারণা চালু করা হয়েছিল। | 版权属于Drishtipat,使用需经许可。 |
18 | ব্লগাররা টিপাইমুখী বাঁধ নির্মাণ নিয়ে দু'টি দেশের মধ্যে আলোচনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং এর গোপন আলোচ্যসূচী নিয়ে নিজেরা আলোচনা করেছে। নভেম্বরে বাংলাদেশের চীনা দুতাবাস ঢাকার স্থানীয় কর্তৃপক্ষকে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে। | 兵变以悲剧收场,导致多达148人死亡或失踪,其中包括许多军官,留下不少无法回答的疑问。 |
19 | ভুটান কি? এক দল ভুটানকে স্বর্গের কাছের এক অংশ বলে গৌরবান্বিত করে, আবার অন্যরা দাবি করে যে দেশটি নেপালী লোটসাম্পা সংখ্যালঘু সম্প্রদায়কে বিতাড়িত করে জাতিগত শুদ্ধাভিযান চালাচ্ছে। | 为企图阻止于BDR士兵哗变期间,抗议军人遭屠杀的悲愤军官与总理会谈的录音内容外泄,三月时 YouTube和档案共享网站于孟加拉国遭短暂封锁。 |
20 | আমাদের নতুন ভুটানী লেখক সোনাম অঙ্গমা ভুটানের নাগিরক মিডিয়াকে তুলে ধরে সত্যানুসন্ধানের চেষ্টা করেছেন। ভুটানের প্রাকৃতিক দৃশ্য। | 孟加拉国人和印度网民分别分析拟议中的印度Tipaimukh水力发电计划(近孟加拉国边境)可能对自然带来的不利影响,以及对当地人民造成的苦难。 |
21 | ছবি ফ্লিকার ব্যবহারকারী জেমহুলট-এর সৌজন্যে পাওয়া। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে। | 网络上发起了抗议水坝兴建的运动,博客质疑两国政府关于Tipaimukh计划谈判进程的透明度,并讨论了背后隐藏的议题。 |
22 | প্রকৃতপক্ষে ১৯৭২ সালে ভুটানে প্রথম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস [জিএনএইচ] বা সামষ্টিক সুখের ধারণার জন্মলাভ করে। | |
23 | তবে ভুটানী ব্লগারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জানাচ্ছে কি ভাবে এই ধারণা বর্তামেন ভুটান ছাড়া অন্যসব দেশে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নির্বাচন: | 十一月时,由于中国大使馆的压力促使地方当局停止一场于达卡展出的西藏摄影展。 |
24 | এ বছর ভারতের ১৫ তম লোক সভা (সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক প্রচারণা শুরু হবার সময় থেকে সিটিজেন সাংবাদিকরা এ কাজের সাথে জড়িয়ে ছিলেন। | 不丹代表什么? |
25 | বেশ কৌতূহলজনকভাবে প্রধান রাজনৈতিক দলগুলো এই প্রখমবারের মত বিভিন্ন অনলাইন প্রচারণা ব্যবহার করে এবং ব্লগাররা এইসব প্রচারণার ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায় (বিজেপি, আইএনসি) | |
26 | কংগ্রেসের নির্বাচনী প্রচারণার স্ক্রীনশট বিনোদন পূর্ণ ব্লগ বলিউডের ফ্রেমে দেখা যাচ্ছে। এই নির্বাচনকে বলা যেতে পারে ভারতের প্রথম ডিজিটাল নির্বাচন। | 有人将不丹美化为最接近天堂之处,也有人宣称不丹是藉由驱赶尼泊尔Lhotsampa少数民族而实行种族清洗的地方。 |
27 | ভারতের নির্বাচনের উপর গ্লোবাল ভয়েসেস বিশেষ সংবাদ প্রকাশ করে। এইসব প্রচারণা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করা হয়। | 我们新的不丹作者Sonam Ongmo以强调公民媒体的方式来找出真相。 |
28 | যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারা নির্মিত সামাজিক সচেতনতামূলক প্রচারণার এবং কি ভাবে ভারতে নাগরিক সমাজের দলগুলো ভোটার নিবন্ধিকরণ ও স্বচ্ছ প্রচারণা জন্য ডিজিটাল উপাদানকে ব্যবহার করছে, সে সব বিষয় বিশ্লেষণ করা হয়। | |
29 | ব্লগাররা এই নির্বাচনের ফলাফল সম্বন্ধে ভবিষ্যৎ বাণী এবং জনমত বিশ্লেষণ করেছে। | 不丹风景。 |
30 | এই নির্বাচনে সেলিব্রেটি বা তারকারা কি ধরনের প্রভাব রেখেছে তার উপরও তারা বিশ্লেষণ করেছে। নির্বাচনে রাজনীতিবীদদের কালো টাকার উৎস নিয়েও তারা তদন্ত করেছে। | 图片由Flickr用户Jmhullot提供,使用创用CC授权条款。 |
31 | এই বার অন্যকিছুর বাইরে আমরা দেখতে পেয়েছি, সিটিজেন বা নাগরিক দ্বারা- পরিচালিত নির্বাচন পর্যবেক্ষণ- নির্বাচনের ফলাফল, উসাহিদি ইঞ্জিনের ভিত্তিতে ওয়েবে ভোটের সংবাদ লাভ এবং অনলাইন নির্বাচনী সাইটের প্রাচুর্য। | |
32 | এই সমস্ত উপাদানে সজ্জিত হয়ে সিটিজেন সাংবাদিকরা মাসব্যাপী সময় ধরে চলা এই নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং নির্বাচনের পরে তারা কম ভোট পড়া ও নির্বাচন নিয়ে চলা প্রচারণার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। | |
33 | যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, তখন দেখা যায় যে ভোটাররা পরিবর্তনের বিপক্ষে ভোট প্রদান করেছে। ভারতীয় টুইটারস্ফেয়ারে উচ্চকণ্ঠে-এর উন্নয়ন ও ফলাফল প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। | 国民幸福总值(GNH)的概念最初是由不丹于1972年创造。 |
34 | অনলাইন প্রচারণা: এ বছর ভারতে সফলতার সাথে বিভিন্ন সামাজিক বিষয়ে অনলাইন প্রচারণা আরম্ভ করা হয়। | 然而不丹博客分享了此一概念如何在不丹以外的地方更加被认真看待。 |
35 | বছরের শুরুতে অনেক ভারতীয় এই সংবাদে বিরক্ত হয় যে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের মাঙ্গালোরে একদল তরুণীকে একটি শুড়িখানায় হিন্দু পরিষদের সদস্যরা আক্রমণ করে। | |
36 | এই ঘটনার জের ধরে শীঘ্রই ফেসবুকে একটি দল অনলাইন প্রচারণার উদ্যোগ নেয়। তারা চটপটে, সাহসী এক পরিকল্পনা তৈরি করে। | 选举: |
37 | দলটি রাম সেনা দলের কর্মীদের কাছে ভ্যালেন্টাইন বা ভালবাসা দিবস উপলক্ষে মেয়েদের পরিধেয় গোলাপি রঙের জাঙ্গিয়া পাঠায়। এই শান্তিপূর্ণ প্রতিবাদের নাম দেওয়া হয়েছিল ছিল ‘পিঙ্ক চাড্ডি” (গোলাপি রঙের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া) প্রচারণা। | 今年是第15届印度人民院(议会)选举,公民记者从竞选活动之初便开始了报导任务。 |
38 | উপরের ভিডিও প্রদর্শন করছে স্তুপ করা মহিলাদের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া এবং হিন্দু পরিষদকে পাঠানো প্রেমপত্রের দৃশ্য। এই বছর প্রথম টেডইন্ডিয়া নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে ব্লগারদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। | 有趣的是,主要政党(印度人民党BJP,国民大会党INC)初次使用了不同的线上竞选方式,博客亦对这些竞选活动做出了回应。 |
39 | এই অনুষ্ঠানকে ঘিরে তাদের কর্মকান্ড সম্বন্ধে পড়ুন। অন্যান্য উল্লেখযোগ্য অনলাইন প্রচারণার মধ্য ছিল সবেচেয়ে সেরা গাড়ি চালনা চ্যালেঞ্জ এবং গাছের চারা প্রকল্প নামক প্রচারণা। | 在一个娱乐博客:Bollywood Frames所显示的国会广告画面截图 |
40 | মানবাধিকার এবং বাক স্বাধীনতা: চৈতন্য কুন্টে এক ভারতীয় ব্লগার। | 这确实是印度的首次数位选举。 |
41 | বর্তমানে সে নেদারল্যান্ডে বাস করে। এক মহিলা টিভি সংবাদিকের সমালোচনা করায় তাকে আইনগত ভাবে চুপ করিয়ে দেবার হুমকি প্রদান করা হয়। | 全球之声的印度选举特别报导从多角度剖析了这次选举活动,例如:分析影响企业社会意识的运动、印度民间社会团体如何使用数位工具动员选民登记,还有选举期间的透明化运动。 |
42 | কুন্টে অভিযোগ করেছিলেন এই সাংবাদিক মুম্বাই-এর সন্ত্রাসী হামলার সময় তার সংবাদে উত্তেজনা ছাড়ানোর কাজ করছিল। | 博客加入他们对民意调查的预测与分析,以及名人的力量如何影响选举。 |
43 | ভারতের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল শিব সেনা। | 他们还调查了政客的黑金历程。 |
44 | তারা ১৯ বছরের এক ভারতীয় নেটিজেনের উপর মামলা করে। এই নেটিজেন এক সোশাল নেটওয়ার্ক সাইটে শিব সেনার সমালোচনা করেছিল। | 这一次我们看到公民驱动监督选举的出现 - 投票报告基于Ushahidi讯息平台以及过剩的网上选举资源。 |
45 | ভারতের অঙ্গরাজ্য মনিপুরে এক উত্তেজনা দেখা দেয়, যখন এক ছবিতে আবিষ্কার হয় ২৭ বছরের এক নিরস্ত্র যুবককে ঘেরাও অবস্থায় পুলিশ গুলি করা হত্যা করেছে। রাজ্যে এবং প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করায় সিটিজেন সাংবাদিকরা তাদের সমালোচনা করে। | 有了这些资源辅助,公民记者密切关注长达一个月的选举活动,且于投票后,他们也质疑投票率偏低以及竞选运动的效力。 |
46 | অন্যদিকে একটি ঘটনায় ভারতে মানবাধিকারে জয় হয়েছে। ভারতীয় আদালত পুরুষ সমকামীতা কোন অপরাধ নয় বলে ঘোষণা করেছে। | 当选举结果出炉,选民投票支持不希望改变。 |
47 | একজন ব্লগার রায় প্রদানের এই দিনটিকে ভারতের স্বাধীনতার ইতিহাসের অন্যতম এক দিন বলে ঘোষণা দিয়েছে। সংস্কৃতি ও ধর্ম: | 印度的推特圈(Twittersphere)对选情发展结果大声做出回应。 |
48 | ভারত ভিত্তিক এক ব্রিটিশ ছবি স্লামডগ মিলিনিয়ার। | 网络运动: |
49 | এই ছবিটি নিয়ে ভারতীয় ব্লগে গুঞ্জন দেখা দেয়, যখন তা গোল্ডেন গ্লোব এবং অস্কার প্রতিযোগিতায় দশটি বিভাগে মনোনয়ন লাভ করে। | 今年,我们也看到一些关注各项社会议题的成功网络运动于印度开展。 |
50 | যে ভাবে এই ছবিতে ভারতীয় বস্তির দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তা বিদেশীদের আকর্ষণ করার জন্য করা হয়েছে বলে এই ছবি নিয়ে ভারতে বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে এই বিতর্ক চলচ্চিত্রটির জন্য অস্কারের সেরা চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরষ্কার জেতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। | 新年伊始,一群年轻妇女在南部卡纳塔克邦(Karnataka)门格洛尔(Mangalore)的一间酒吧里遭到以兴都教徒为主的激进组织袭击的新闻激怒了许多印度人;很快的Facebook群组出现了一场线上运动,号招网民大胆无礼的将粉红色女性内裤寄到该组织(Rama Sene Party)作为情人节礼物。 |
51 | এখানে দুর্গাপুজা এবং এর আচারকে ব্যাখ্যা করে একটি তথ্যমূলক পোস্ট রয়েছে। | |
52 | দেবী দুর্গাকে আগামী বছরে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানানো হচ্ছে। | |
53 | ছবি অপর্না রায় এর পরবর্তী খণ্ডে মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার ঘটনাবলির দিকে নজর দেওয়া হবে। | 这项非暴力的抗议活动被称为粉红内裤(Chaddi)运动。 |
54 | দয়া করা আমাদের সাথে থাকুন। | |