# | ben | zhs |
---|
1 | তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহত কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। | 土耳其:与库德新年群众持续冲突 |
2 | তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার। আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়। | 库德族为土耳其最大族群,占全国人口两成,将近2000万人,却长期沦为政府歧视及人权侵害目标,Hakkari省库德族民众3月20日于Yuksekova地区庆祝新年时,也遭到攻击。 |
3 | আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়। দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি। | 库德族政治人物Ahmed Turk伤重入院,32岁的Alaattin Okan遭摧泪瓦斯罐击中,两个知名库德语网站于当天早上遭封锁,故无法传递冲突最新消息,除此之外,主流新闻网站报导速度相当缓慢,库德族社运人士因此仰赖社群网站让大众得知实情。 |
4 | তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে। বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। | Bianet网站记者Faruk Arhan在Twitter张贴照片,记录一名库德族女性遭土耳其镇暴部队攻击现场: |
5 | এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। | Yüksekova |
6 | ইউকসেকোভা ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়। | Yekbun Alp提及,土耳其镇暴警察与库德族庆祝新年民众发生冲突时,库德族议员Özdal Ücer遭逮捕: |
7 | @ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে। | 警察冲入民宅逮捕住户时,Özdal Ücer议员恰好前往做客。 |
8 | আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। | 另一位库德族社运人士张贴这幅照片,证明镇暴警察发射催泪瓦斯,库德族青年因为连新年都无法平安庆祝,而愤慨地丢掷石块回击: |
9 | ছবি: @কুজুলকুর্ত | 照片来源:@quzzulqurt |
10 | কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক। তিনি টুইট করেছেন: | Hawri Tofik来自瑞典,与无数库德族社运人士同感愤怒,不满土耳其政府残暴对待庆祝新年的库德族人,她提到: |
11 | @ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ? | 我真不明白…庆祝库德新年为何有罪? |
12 | আরো কত কুর্দী আহত/নিহত হবে? | 究竟还得有多少库德族人伤亡? |
13 | জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে: | Jiyan Azadi提供这张照片,数万人聚集在Yuksekova地区,却遭致镇暴警察攻击: |
14 | ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদী | @jiyanazadi上传的照片 |
15 | ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন: | 来自英国伦敦的Meltem Ay表示: |
16 | @জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল! | 土耳其实在很蠢! |
17 | স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র! | 独裁政府、高压手段只会让库德族人更团结,让他们更强大! |
18 | ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট। | “库德族权益联盟”上传多张照片,指控土耳其镇暴警察动用催泪瓦斯和水柱,驱离Yuksekova地区的抗争群众。 |