# | ben | zhs |
---|
1 | পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক মিউজিক ভিডিও | 地球一日:全球合作的音乐影片推出 |
2 | পৃথিবী দিবস (২২শে এপ্রিল, ২০১২) উপলক্ষ্যে এই গ্রহটির সর্বত্র বৈশ্বিক সহযোগিতামূলক ফিল্ম ‘পৃথিবীতে একদিন'-এর যে বিশ্বব্যাপী প্রদর্শনী হবে, তার প্রস্তুতি হিসেবে একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। | 为了宣传”地球一日(One Day on Earth)”这部全球合作的电影,推出了一支新的音乐影片,该片将于地球日(2012年4月22日)在全球同步上映。 |
3 | ভিডিওটিতে প্রদর্শিত সঙ্গীতশিল্পী, কবি এবং নর্তকী সবার ১০ই অক্টোবর, ২০১0 তারিখ ২৪ঘণ্টার সময়ের মধ্যে ফিল্মে ধারণ করা হয় যা শৈল্পিকভাবে সম্পাদনা এবং রিমিক্স করেছে কাট কেমিস্ট। | 影片全部在2010年10月10日的24小时内拍摄,捕捉音乐家、诗人和舞者们的演出,再由Cut Chemist巧妙地剪辑和混音。 |
4 | সহযোগিতামূলক ফিল্ম পৃথিবীর একদিন ১০ই অক্টোবর, ২০১০ একই দিনে সংঘটিত বিস্ময়কর বৈচিত্র্য, দ্বন্দ্ব, ট্রাজেডি এবং জয়জয়কারের প্রদর্শনীর চিত্রগ্রহণ করে পৃথিবীর সমস্ত কোন থেকে পাঠানো ৩,০০০ ঘণ্টারও বেশি ফুটেজ নিয়ে নির্মিত। | 地球一日这部全球携手合作的影片,全部都在2010年10月10日同一天拍摄完成,从世界各地传来总计超过3000小时的连续镜头,呈现在一天内所发生的令人赞叹的多样性、冲突、悲剧和欢欣。 |
5 | ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান) এবং জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের প্রতিটি দেশে পৃথিবী দিবসে (২২শে এপ্রিল, ২০১২) বৈশ্বিক প্রদর্শনীটি হবে। | 经由世界遗址和联合国的协助,将在地球日(2012年4月22日)这天在全球各国上映。 |
6 | মিউজিক ভিডিওটিতে ভারত, পাপুয়া নিউগিনি, বেনিন, বুর্কিনা ফাসো, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, কেনিয়া, আফগানিস্তান, জ্যামাইকা, স্পেন, তাইওয়ান এবং আরো অনেক স্থানের ফুটেজ রয়েছে। | 音乐影片包含从印度、巴布亚新几内亚、贝南、布吉纳法索、美国、中国、北韩、蒙古、肯尼亚、阿富汗、雅买加、西班牙、台湾以及很多其他地方的镜头。 |
7 | আমাদের পূর্ববর্তী পোস্ট পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক ফিল্মের বৈশ্বিক প্রদর্শনী-এ আপনি আসন্ন প্রদর্শনীটি সম্পর্কে আরো পড়তে পারবেন এবং এবং আপনার নগর বা শহরে একটি প্রদর্শনীর জন্যে পৃথিবীতে একদিন সাইটে নিবন্ধন (সাইন আপ) করতে পারেন। | 更多上映相关的讯息,可阅读我们前一篇文章地球一日: 世界共同合作电影将作全球联映,也可在One Day on Earth网站登入,要求在你的所在城镇放映此片。 |