# | ben | zhs |
---|
1 | চীন: ক্ষতিগ্রস্ত শহরের সাক্ষীরা বলছে ভুকম্পনের ক্ষয়ক্ষতি বাড়ছে | 地震损毁数字上升;亲历地震者的感言 |
2 | মৃতের সংখ্যা: ১২,০১২ (সরকারী পরিসংখ্যান মতে শুধু সিচুয়ান প্রদেশে) | 死亡人数19509(官方统计),人数日后可能增至50000。 |
3 | সর্বশেষ: ভূমিকম্পের কেন্দ্রের বিচ্ছিন্ন হয়ে যাওয়া শহরগুলোতে ১৩০০ সৈন্য অবশেষে পৌঁছতে পেরেছে। | 更新:首批1300名官兵终于进入了早前隔离的震央县镇。 |
4 | তবে ভূমিধসে হাইওয়ের অনেক রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে, ফলে যোগাযোগে অসুবিধা হচ্ছে। | 但山泥倾泻截断了道路及高速公路,通讯仍然困难。 |
5 | আরও প্রায় ৫০,০০০ লোকের বর্তমান অবস্থা অজানা। | 另有5万人失踪。 |
6 | পেঙঝুতে প্রায় লাখখানেক লোক আটকা পরেছে পাহাড়ী অন্চলে। | 估计彭州市有10万民众被堵在山中。 |
7 | সৈন্যরা বাধা পেরিয়ে আস্তে আস্তে সেখানে উপস্থিত হচ্ছে। সর্বশেষ: ৯২১৯ (সকাল ৮. | 军队正越过重重障碍前往救灾。 |
8 | ০০, ০৫. ১৩) ৮টি অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। কিন্তু এখনো ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোন খবর নেই। | 更新:据报导,八个省9219人死亡(5月13日早上8时). |
9 | পড়ন্ত পাথরের নীচে বে-চুয়ান অনেকটা ঢেকে গেছে। | 但震央中心三个县镇的情况未明。 |
10 | এর অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে কিন্ডারগার্টেন আর স্কুলগুলো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। | 北川县城 有大批民众被掩埋于倒塌的瓦砾中。 |
11 | এখনো ভূমিধস হচ্ছে। | 令人痛心的是幼儿园和学校的灾情最严重。 |
12 | বেইচুয়ান প্রদেশ ভূমিকম্পের পূর্বে: বেইচুয়ান প্রদেশ ভূমিকম্পের পরে, ধ্বংসস্তুপে পরিণত | 该区山体垮塌持续。 |
13 | দুজিয়ঙ্গিয়ানের একটি উচ্চ বিদ্যালয়ে ৯০০ জন ছাত্রের চাপা পড়ার খবর আছে, আর ধসে পড়া বাড়িতে ৬০ জন ছাত্র মারা গেছে। | |
14 | খেলার মাঠে মৃত ছাত্র-ছাত্রীরা শুয়ে আছে। | 地震前的北川县城 |
15 | প্রার্থনা করুন। | 震后的北川县城几乎被夷为平地 |
16 | এই ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত এলাকায় মারা যাওয়া লোকের হাল নাগাদ লিস্ট দেয়া হচ্ছে। | 据报导都江堰的一所中学有900个学生被埋,教学楼垮塌造成60个学生丧生。 |
17 | সর্বশেষ: ওয়েঞ্চুয়ান প্রদেশ যা ভূমিকম্পের কেন্দ্রে ছিল তার খবর নেই। | 他们的遗体排放于操场。 |
18 | এটা যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হয়ে পড়েছে। | 为他们祈祷吧! |
19 | এখানে হান, তিব্বতী আর হুইরা এক সাথে থাকত। | 门户网站实时公布各灾区伤亡人员汇总。 |
20 | (গত ১২ই এপ্রিল) স্থানীয় সময় বিকাল ২:২৮ মিনিটে ৭. ৮ মাত্রার ভূমিকম্প চীনকে আঘাত হানে। | 更新:据报导,八个省9219死亡(5月13日早上8时)。' |
21 | ভূকম্পন ওয়েঞ্চুয়ান আর সিচুয়ান প্রদেশ কেন্দ্রীভূত ছিল যা চেংদু থেকে (যেখানে ১ কোটি ২০ লক্ষ লোক বাস করে) প্রায় ৫০ মাইল পশ্চিম-উত্তর দক্ষিণে। এটা শুধু তীব্র ছিল না বরং অনেক বড় মাপের হয়েছিল যেহেতু পুরো দেশ এই কম্পন অনুভব করেছে। | 震央汶川县,因道路、通讯中断,情况未明,那里同时居住着汉、藏、回族人。 |
22 | এখন পর্যন্ত ১০৭ টি মৃত্যুর খবর দেয়া হয়েছে যার সাথে আহত আর ধসে যাওয়া বাড়ির খবরও আছে। ওয়েন চুয়ানে যাওয়ার রাস্তা বন্ধ। | 中国四川省当地下午2时38分,发生了 7.8级地震。 |
23 | মৃতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ: বিকালে বিচুয়ান প্রদেশে ৩০০০ থেকে ৫০০০ মৃতের খবর এসেছে যা কেন্দ্রের কাছাকাছি ছিল। | 震央是四川省成都市西北约50哩的汶川县,当地人口1千2百万。 |
24 | কম্পনের প্রায় এক ঘণ্টা পরে অনেক ওয়েবসাইটে সংশ্লিষ্ট খবর বেরিয়েছে যার মধ্যে জিনহুয়া নেট, সরকারি বার্তা সংস্থাও আছে। | 是次地震不单强度大而且波及范围广,全国广泛地区感到震动。 |
25 | প্রধানমন্ত্রী ওয়েঞ্জিয়া বাউ ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার কাজে নেতৃত্ব দিতে গেছেন। | 直至目前,公布的死亡人数为107人,受伤人数众多,大量建筑物倒塌。 |
26 | তিনি বলেছেন ‘পরিস্থিতি বিশেষ ভাবে খারাপ'। | 去汶川县的道路瘫痪。 |
27 | ৫০০০ সৈন্যকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয়েছে। | 恐怕伤亡人数会不断上升。 |
28 | কম্পনের প্রভাব আর এর বলয় অনেক তাই কম্পনের এত কম সময়ের মধ্যে সব খবর নেয়া সম্ভব না। | 更新:至晚上,震央旁边的北川县死亡人数估计达3千至5千。 |
29 | দক্ষিণের শহর হংকং আর হাইকু আর উত্তরের শহর বেইজিং পর্যন্ত, বা জনসংখ্যাবহুল এলাকা যেমন চঙকিং আর সাংহই পর্যন্ত কম্পন, আর মাথা ঘোরা ভাব অনুভূত হয়েছে বিভিন্ন মাত্রায়। | 约于地震后一小时,几十个网站发布了相关新闻,包括官方新闻机构新华网。 |
30 | শত শত লোক অনলাইনে ১০ সেকেন্ডের কম্পন নিয়ে তাদের অভিজ্ঞতা জানাতে চেয়েছেন। এগুলোর সংকলন আসছে। | 总理温家宝抵达灾区指挥救援,他表示情况“非常危急”。 |
31 | বেইজিং থেকে একজন নেটিজেন জানিয়েছেন: 木樨地有震感! | 5千士兵已派往营救。 |
32 | 我还以为是自己头晕呢,原来是发地震了! আমি কাঠের জমিনে কাঁপন অনুভব করেছি! | 有震感范围大。 |
33 | প্রথমে আমার মনে হয়েছে যে আমার মাথা ঘুরছে। পরে বুঝতে পেরেছি এটা ভূমিকম্প। | 地震瞬间传至全国各地,南至香港、海口市,北至北京等大城市,及人口众多的重庆市和上海市。 |
34 | তিয়াঞ্জিং থেকে আর একজন নেটিজেন জানিয়েছেন: 我单位在16层,震感很明显,持续了约2分钟。 | 人们感到不同程度的震动、摇晃、晕眩。 |
35 | আমি ১৬ তলায় কাজ করি, আর কম্পন ওখানে খুব স্পষ্ট ছিল। | 大家纷纷上网分享亲历持续超过10秒以上的地震的感受。 |
36 | প্রায় ২ মিনিট ধরে তা চলেছে। | 以下是综合摘录: |
37 | বেইজিং আর তিয়াঞ্জিং ভূমিকম্পের কেন্দ্রের উত্তর পূর্ব দিকে ৯৬০ মাইল দূরে, যার ফলে মানুষ বুঝতে পেরেছে কম্পন কত জোরালো ছিল। | |
38 | নীচের ছবি দেখিয়েছে বেইজিং এর অফিসিয়াল বাতা সংস্থা জিনহুয়া নেট এর ভবনে থেকে বের করে আনা লোকদের। | 一位北京的网民说: |
39 | তিয়ানিয়া ওয়েবসাইটে একটা বিশেষ পাতা খোলা হয়েছে সারা দেশব্যাপী এই দুর্যোগের সময়ের খবর জানানোর জন্য। | 木樨地有震感! |
40 | ব্রিল বলেছেন তিনি মধ্য চীনের লুয়াং, হেনানেও এটি অনুভব করেছেন: 我在十楼上。。。 | 我还以为是自己头晕呢,原来是发地震了! |
41 | 突然发现自己在晃。 | |
42 | 灯在乱抖,然后外面有玻璃哗啦掉的声音。。 晃的好厉害啊! | 另一位天津的网民表示: |
43 | 现在好了。 আমি ১০ তলায় ছিলাম আর হঠাৎ করে দেখলাম যে আমি কাঁপছি। | 我单位在16层,震感很明显,持续了约2分钟。 |
44 | আলো দুলছিল আর বাইরে থেকে গ্লাস ভাঙ্গার আওয়াজ হচ্ছিল। | 北京与天津距东南部的震央960哩,由此可知地震的严重性。 |
45 | সব কিছু পাগলের মতো কাঁপছিল! | 下图是人们撒离后聚于官方新闻机构新华网北京办公楼外的情况。 |
46 | এখন পরিস্থিতি ভালো আছে। পূর্ব দক্ষিণের সমুদ্রের ধারের শহর নিংবোতেও এর ব্যতিক্রম ছিল না। | 天涯虚拟小区开了专门的板块,收集全国“惊栗时刻”的信息。. |
47 | নেভারফ্লাই বলেছেন: ভয়ঙ্কর ভাবে কাঁপছে! | 中国中部河南省洛阳市的Briel谈了他的感受。 |
48 | আমি ১৮ তলায় ছিলাম আর জোরালো ভাবে বাড়ির এইদিক ওই দিকের কম্পন অনুভব করেছি ঠিক নৌকার মতো। | 我在十楼上。。。 |
49 | আমার তখন মাথা ঘুরছিল। | 突然发现自己在晃。 |
50 | যখন দৌড়ে বাইরে গেছি জিজ্ঞাসা করতে যে কি হয়েছে আমার সহকর্মীরা তখন আমাকে নীচে যেতে বলল। | 灯在乱抖,然后外面有玻璃哗啦掉的声音。。 |
51 | লোকে সিঁড়িতে ভীড় করে ছিল। | 晃的好厉害啊! |
52 | আর আমি দেখলাম যে অফিসের সব লোক বাইরে। | 现在好了。 |
53 | আমার এখনো অস্বস্তি হচ্ছে। | 东南沿海城市宁波也不例外。 |
54 | অনেক লোকের প্রাথমিকভাবে মাথা ঘুরেছে যখন কম্পন শুরু হয়েছে। | NeverFly说: |
55 | বেশীর ভাগ এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে, কারন তাদের কোন ধারণা ছিল না যে কি হচ্ছে। কিন্তু শীঘ্রই সহজাত প্রবৃত্তি তাদেরকে পরিচালিত করতে সাহায্য করেছে। | 摇的非常厉害啊 我在18楼,前后摇晃的感觉非常明显,感觉在坐船一样 而且人有明显的恶心头晕感 我出门问别人什么事 单位同事叫我跑下去 我们走到消防楼梯一看,全是人 走到楼下一看,写字楼的人基本都跑出来了 到现在还觉得有点头晕恶心呢 |
56 | তিয়েনিয়া. কম (Tianya.com) এ ‘আপনি কি কম্পন অনুভব করছেন?' | 头晕是大部分人在震动时首先有的感觉。 |
57 | শীর্ষক ভোটে ৩ কোটি লোকের শহর চঙকিং তালিকার প্রথমে আছে যেখানকার লোক কম্পন সব থেকে বেশী অনুভব করেছে। | 他们大多很吃惊,不知发生甚么事。 |
58 | এই শহর সিচুয়ান প্রদেশের কাছে ছিল। | 但不久他们本能地逃难。. |
59 | ১৬৩. কম এ চঙকিং থেকে কোন একজন তার কষ্টের কথা বলছেন: | 天涯网设立的“你有否感到震动?” |
60 | 当时正睡午觉,货架上的货物哗哗掉,只见房子剧烈晃动,老公拉上我就跑,车都没敢去开~~~~ 从来没想过,合川还会地震 আমি তখন ঘুমাচ্ছিলাম, আর তখন সব মালামাল পড়ার আওয়াজ পেলাম আর বাড়ি ভয়ঙ্করভাবে কাঁপছিল। | 投票中,最多答“有”的是重庆人。 |
61 | আমার স্বামী আমাকে তখনি টেনে বের করেছে গাড়ির জন্য অপেক্ষা না করে। | 重庆人口超过3千万,紧邻四川省。 |
62 | আমি কখনও ভাবি নি এই শহরে ভূমিকম্প হবে। চঙকিং শহরে আতন্কের মধ্যে লোকজন | 一位重庆的女网民在163.com提到: |
63 | ওয়াইওয়াইবিজেড০২০১২৩ মধ্য চীনের শহর জিয়ান সম্পর্কে বলেছেন: 西安震感强烈,有十几秒,大地在抖,窗子,门,在响,现在院子里都是人,手机没型号 শহরটি ১০ সেকেন্ডের বেশি সময় ধরে কাঁপছিল, মাটি কাঁপছিল, জানালা কাঁপছিল, দরজা আওয়াজ করছিল। | 当时正睡午觉,货架上的货物哗哗掉,只见房子剧烈晃动,老公拉上我就跑,车都没敢去开 从来没想过,合川还会地震 |
64 | এখন মানুষ সামনে জড়ো হচ্ছে। | 重庆市惊慌的民众。 |
65 | কিন্তু মোবাইল কাজ করছে না। | 中国中部西安市的yybz020123说 |
66 | সর্বশেষ খবর অনুযায়ী ২৩০০ মোবাইল টাওয়ার কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে উদ্ধার কাজে কষ্ট বেড়েছে। | 西安震感强烈,有十几秒,大地在抖,窗子,门,在响,现在院子里都是人,手机没讯号 |
67 | ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হচ্ছে | 根据最新消息, 2300座通讯塔被震坍,加大了救援的难度。 |
68 | সাংহাইও আক্রান্ত হয়েছে। | 学生正被拯救. |
69 | 上海有震感,我们大楼晃了几分钟,头晕得厉害 এখানেও কম্পন অনুভূত হয়েছে। | 震动也传至上海市。 |
70 | আমাদের বাড়ি কিছুক্ষনের জন্য কেঁপেছে যার ফলে আমার মাথা ঘুরছিল। ডিপ এডভেঞ্চার গুয়াংঝো তে ছিল: | 上海有震感,我们大楼晃了几分钟,头晕得厉害 |
71 | 广州感觉到了 我还以为我患了帕金逊 当时蹲在椅子上 全身不自觉左摇右摆 好可怕 7.8级 祈求不要有人员伤亡 今年有点烦 গুয়াংঝোতেও হয়েছে। | 身处广州的经历: |
72 | আমার মনে হয়েছিল আমার পারকিন্সন্স রোগ হয়েছে। তারপর আমি আমার চেয়ারে নীচু হয়ে বসে ছিলাম, ডানে-বামে কাঁপতে কাঁপতে। | 广州感觉到了 我还以为我患了帕金逊 当时蹲在椅子上 全身不自觉左摇右摆 好可怕 7.8级 祈求不要有人员伤亡 今年有点烦 |
73 | কি ভয়ঙ্কর! ৭. ৮ মাত্রার! | 译者:doitnow |
74 | প্রার্থনা করেন যেন কেউ আহত না হয়। কি একটা বছর! | 校对:Portnoy |