Sentence alignment for gv-ben-20120218-21766.xml (html) - gv-zhs-20120310-10523.xml (html)

#benzhs
1বাংলাদেশঃ জলবায়ুর পরিবর্তনে ক্ষুধা ও অপুষ্টির বৃদ্ধি孟加拉国:气候变迁导致饥饿与营养不良的人数增加
2এই পোস্টটি পুলিৎজার সেন্টার/গ্লোবাল ভয়েসেস অনলাইন কর্তৃক খাদ্য নিরাপত্তাহীনতা সিরিজের অংশ হিসেবে প্রকাশিত।政府参与于南非德般所举行的联合国气候变化大会(COP 17),内容于今日实施,专家警告于最剧烈气候变化的发展中国家像是孟加拉共和国,如今正不断增加农业方面的风险,例如逐渐增加的饥饿和营养失调人数和粮食危机。
3এই প্রতিবেদনগুলি পুলিৎজার খাদ্য নিরাপত্তাহীনতার পোর্টাল এবং এই বিষয়ে পৃথিবীব্যাপী ব্লগারদের আলোচনা উপর মাল্টিমিডিয়া রিপোটিং ভিত্তিতে তৈরি।饥饿与营养失调人数持续增加
4দক্ষিণ আফ্রিকার ডারবানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সম্মেলনে (কপ১৭) জন্য সরকাররা প্রস্তুত হচ্ছে, যা আজ ২৮শে নভেম্বর শুরু হচ্ছে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, জলবায়ুর পরিবর্তনের সর্ববৃহৎ প্রভাব উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ ক্ষুধা, অপুষ্টি এবং খাদ্য নিরাপত্তাহীনতার অধিকতর ঝুঁকি সহ কৃষি খাত ঝুঁকির মধ্যে রয়েছে।
5ক্ষুধা ও অপুষ্টি বৃদ্ধি পাচ্ছে因为水灾,使一名孟加拉共和国的农民重新种植农作物。
6বন্যার কারণে বাংলাদেশী একজন কৃষক পুনরায় ধান লাগাচ্ছে।影像由Flickr使用者IRRI提供。
7পূর্বাভাস বলছে যে, জলবায়ুর পরিবর্তনে কৃষি উৎপাদন কমে যেতে পারে ও খাদ্য-মূল্য বৃদ্ধি পাবে, ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকি বৃদ্ধি পাবে।天气预报预测气候变化会减少农业生产和粮食价格调涨,并增加饥饿与营养失调人数的风险。
8বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০৫০ সাল পর্যন্ত জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১০-২০% বৃদ্ধি পাবে এবং ধারণা করা হচ্ছে, অপুষ্ট শিশুর সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ বৃদ্ধি পাবে-জলবায়ুর পরিবর্তনের প্রভাব ছাড়া ২১% বেশী।世界粮食计划署指出,到2050年,气候变化预计将增加10%到20%的饥饿人数,而营养失调人数则预估增加到24万-估计超过21%的人会受到气候变化的影响。
9আফ্রিকার সাব সাহারা এবং দক্ষিণ এশিয়া ও মধ্য আমেরিকার অংশ-বিশেষে বেশীরভাগ বৃদ্ধি ঘটবে বলে ধারণা করা হচ্ছে, যা মানচিত্রে বিস্তারিত।影响最严重的地区估计为撒哈拉以南的非洲,部分的南亚和中美洲,其他更详细的区域请详见地图。
10প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীক্ষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ভূমি ও পানির সংকট বৃদ্ধি পাচ্ছে এবং আওতার বাইরে চলে যাচ্ছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে।目前,报导指出,自然灾害变得更为频繁和剧烈,水和土地这类资源变得越来越稀少以及难以使用,自然的,也越来越难去增加农业生产力。
11অ্যাকশন এইডের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জলবায়ু সংক্রান্ত খাদ্য সংকটে কমপক্ষে ১০টি দেশ খুব অরক্ষিত অবস্থায় রয়েছে।根据一个援助行动在上个月所显示的资料表示,至少有十个国家是 高风险的受气候变化所影响的高风险区。
12সর্ব্বোচ্চ পাঁচটি অরক্ষিত দেশের মধ্যে গণপ্রজাতন্ত্রী কঙ্গো, বুরুন্ডি, দক্ষিণ আফ্রিকা এবং হাইতি সহ বাংলাদেশ রয়েছে।其中五个最脆弱的国家,包含刚果民主共和国,蒲隆地,南非,海地以及孟加拉共和国。
13বেশীরভাগ ক্ষেত্রে উচ্চ ঘনত্বের জনসংখ্যা সহ নিম্নাঞ্চল ও দ্বীপ, নিম্ন চাষযোগ্য জমি এবং প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ এর কারণে বিশ্ব ব্যাংক ও এইড ডাটার ব্লগাররা বাংলাদেশকে “জলবায়ুর পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার আন্তক্রিয়ায় 'গ্রাউন্ড জিরো'” হিসাবে বর্ণনা করেছেন।由于低洼地和高密度的人口,贫乏 的可耕地和频繁的自然灾害,在气候变化的交界和粮食危机的情况下,孟加拉共和国被博客根据世界银行以及贷款数据描述为一个‘灾难原爆点'的国家。
14বাংলাদেশের প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মির্জা গালিব দৈনিক ডেইলি ষ্টারে বিস্তারিত সম্ভাব্য প্রভাব সম্পর্কে বর্ণনা করেছেন:Mirza Galib是孟加拉共和国Primeasia大学的讲师,在The Daily Star上对于气候变化所带来的潜在影响有着更深入的阐释:
15বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনে সবচেয়ে বেশী প্রভাব সম্পর্কে গবেষকরা বর্ণনা করেছেন বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও খরা, শস্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় সবগুলি ব্যাপকভাবে প্রভাব ফেলে।科学家告诉我们,对孟加拉共和国的气候变化所带来最深刻的灾害影响是水灾,盐度过高以及干旱,全部都会大幅度的影响作物生产和粮 食安全。
16নদীর তীর ভাঙ্গন, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির অভাবের মুখোমুখি আমরা হয়ে থাকি।我们也要面对河岸侵蚀,海水水位上升,以及沿岸缺少淡水。
17পূর্বাভাস হচ্ছে, বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত দেশে ভয়াবহ বন্যা হবে; আমাদের দেশে খাদ্যাভাব রয়েছে যেখানে আমাদের অর্ধেক শিশুর যথেষ্ট পরিমাণ খাবার নেই; এবং বিশুদ্ধ পানির প্রাদুর্ভাব যেখানে পানি বাহিত রোগের কারণে মৃত্যুর হার ২৪%।预测将会有更极端的水灾带给国家,而这国家早已受到洪水严重的摧残;我们的国家食物已经 缺乏,而有一半以上的孩子几乎都吃不饱;而且因为缺乏干净的水源,产生水源性疾病,此疾病需要负起带来24%死亡人数的责任。
18বাংলাদেশ ক্ষুধা দূরীকরণে এগিয়ে গেছে, জানুয়ারী, ২০১১ তে অপুষ্ট মানুষের সংখ্যা নেমে ২৭% হয়েছে এবং গত তিন দশকে বার্ষিক ধান উৎপাদন তিনগুণের বেশী বৃদ্ধি পেয়েছে।孟加拉共和国首先在减少饥饿人数方面开始进展,现在营养不良的人数于2011年1月时下降至27%,而且每年的稻米生产量是以往三十年前的三倍。
19কিন্তু, যেহেতু কৃষি প্রধান অর্থনৈতিক শিল্প, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের গড় অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) এর প্রায় ২০% যোগান দেয় এবং ৬৫% শ্রম শক্তি যুক্ত, জলবায়ুর পরিবর্তন এই অর্জনের জন্য হুমকি স্বরূপ।但是由于农业是主要的经济工业,使孟加拉共和国的国内生产总值(GDP)由20%和65%的劳动力,根据世界银行报导,气候变化可能会影响到这些收益。
20ফার্মিং ফার্স্ট ব্লগে বর্ণিত হয়েছে:一篇博客文章则是张贴于‘农业第一'上,详细的解说:
21জলবায়ুর পরিবর্তন ধানের উৎপাদন হ্রাস এর পূর্বাভাস দিচ্ছে, বাংলাদেশের প্রধান শস্য, এবং অন্য ফসল ও আমদানিকৃত খাদ্যশস্য এর উপর দেশের নির্ভরতা বৃদ্ধি পাবে।气候变化预计会带给孟加拉共和国的主要农作物水稻的产量减少,并让国家增加对其他农作物的依赖,像是进口榖物等。
22প্রত্যেক অঞ্চলে কমপক্ষে একটি ফসল এর শস্য উৎপাদন কমার সম্ভাবনা রয়েছে….农作物在每个区域都有钱在性的下降一单位,总体上来看,孟加拉共和国农产品的国内生产总值(GDP)预计将因气候变化导致每年以3.
23জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে জিডিপি প্রতিবছর ৩.1%的比例在下降。
24১% কমার সম্ভাবনা রয়েছে।呼吁采取行动
25কাজ করার আহবান孟加拉共和国政府为了要对抗气候变化而更致力于帮助农业,也拟了因地制宜的措施。
26কৃষিতে জলবায়ুর প্রভাব প্রতিরোধে বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ যখন গ্রহণ করেছে, কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করার জন্য, অ্যাকশনএইড গরীব দেশের ক্ষুদ্র খামারে অধিক বিনিয়োগের, কৃষিকে জলবায়ু প্রতিরোধী করার জন্য প্রান্তিক চাষীদের অবিলম্বে ”নগদ জলবায়ু অর্থ” সরবরাহ করা, আঞ্চলিক খাদ্য মজুদের ব্যবস্থা করা, এবং ধনী দেশগুলোর কার্বন নির্গমনের মাত্রা কমানোর আহ্বান জানিয়েছে।援助行动的报告呼吁穷困的国家对于小区域的农业做了很大的投资,将‘气候现金'立即递送去帮助贫穷的农夫对抗气候所带来的损失,也创立了粮食储备制度,并在富裕国家的要求下,减少碳排放量。
27বিশ্ব খাদ্য কর্মসূচীর হিসাব মতে গ্রীণ হাউজ গ্যাস নির্গমনের পরিমাণ কমানোর জন্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক কর্মসূচী জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষুধা বৃদ্ধির মাত্রা অর্ধেক কমাতে পারে।世界粮食计划署的一份报告预测大量的国际行动能够减少温室气体的排放,也能够减少一半以上因气候变化所影响的饥饿人数。
28বায়োফুয়েলের জন্য উন্নয়নশীল দেশে জমি দখল বন্ধ করা অ্যাকশনএইডের লক্ষ্য।援助行动希望能消除生物燃料所带来的影响,因此开始对发展中国家展开了‘限地'的规划。
29সেপ্টেম্বরে ব্লগারদের সাথে গোলটেবিল বৈঠকে, উন্নয়নশীল দেশে চীন ও সৌদি আরবের মতো দেশের জমি ক্রয় ও লিজিং এর বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, এটি দীর্ঘমেয়াদি টেকসই কৃষির ভিতকে দুর্বল করবে।九月和博客一起开了一场圆桌会议,美国前总统柯林顿表示,他反对像中国和沙特阿拉伯这样的国家购买与租界发展中国家的土地,这会破坏农业永续发展。
30পরিবর্তে, তিনি উন্নত খাদ্য নিরাপত্তা জন্য এবং উন্নয়নশীল দেশের নিজেদের কৃষিতে সামর্থ্য বৃদ্ধির সহায়তার লক্ষ্যে টেকসই খাদ্য মডেল প্রস্তাব করেন।相反的,他提出食物替代方案来改进粮食危机的问题,并帮助发展中国家建立他们自己的农业生产力。
31অনুষ্ঠান পর্ব চলাকালীন তিনি বলেন:会议期间,他表示:
32আমেরিকা, কানাডা এবং ইউরোপের উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং ব্রাজিল ও আর্জেন্টিনা, পৃথিবীর একমাত্র জায়গা যার ২০ ফিট গভীর চাষযোগ্য জমি…., আমরা চীন, সৌদি আরব এবং অন্যান্যদের সুসম লাভের নিশ্চয়তায় কিন্তু অত্যধিক নয়, শস্যের জন্য দীর্ঘ মেয়াদি চুক্তির প্রস্তাব দিতে পারি, এবং অধিক মূল্যরোধ কিন্তু আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণপূর্ব এশিয়ায় কৃষিকাজের বিনিয়োগের কারণে উচ্চমূল্য বজায় রাখতে হবে….美国,加拿大和欧洲,因为我们有较充足的生产能力,导致食物有剩余,而巴西与阿根廷是地球上唯一有20英尺表土的地方,我们应该 要提供中国,沙特阿拉伯与其他类似国家长期合约,让他们保证能以正当的价钱提供榖物,而不是exhorbant,并且禁止用昂贵的价格将农业活动投资至非 洲,拉丁美洲与东南亚,他们不能从中受益,直到他们将这些国家发展至有开发农业能力的基本框架为止。
33তারা উপকৃত হবে না, যতক্ষণ পর্যন্ত না এদেশগুলোর জন্য টেকসই কৃষি কাঠামো তৈরি করা যায়। সামসুল ইসলাম এবং এম মিজানুর রহমান, বাংলাদেশ নিউ এজে প্রকাশিত একটি প্রবন্ধে টেকসই কৃষির উল্লেখ করেছেন, যেহেতু কৃষি গ্রীণ হাউজ গ্যাসে উৎপাদনে ভূমিকা রাখে।Shammunul Islam和 M Mizanur Rahman是属于孟加拉共和国新时代后期的人物,也呼吁自从农业会受到温室效应的影响,因此更应该要大量发展。
34বাংলাদেশের দি ফাইন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকায় শহিদুল হক উল্লেখ করেছেন উচ্চ ফলনশীল বীজের। একই সঙ্গে খরা ও লবণাক্ত পরিবেশের উপযোগী জাতের প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।Sahidul Haquey则是在孟加拉共和国的金融杂志(The Financial Express)指出,我们需要更多的高产量种子, 以及在干旱与盐份高的状况下能够继续生长的种子。
35আর্থস্ক্যান ব্লগে গুডরান ফ্রীজ এর প্রশ্নোত্তর এ গবেষক উইনষ্টন ইউ বলেন বাংলাদেশে জলবায়ুর প্রভাব কমানোর জন্য বর্তমানের সমাধানসমূহ, যেমন, বন্যা ব্যবস্থাপনা অথবা নতুন ফসলের জাত, সৌভাগ্যবশত: ভবিষ্যৎে দেশের জন্যও মঙ্গল বয়ে আনবে।研究员Winston Yu在Gudrun Freese出版社earthscan的博客问与答专栏里,指出孟加拉共和国其实对于现状已经努力将气候变化的冲击减少到最小,不管是洪水管理方面或是新 的榖物种类,在将来对其他国家都有益处。
36জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বাংলাদেশীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, একইসঙ্গে জলবায়ুর পরিবর্তন, জেন্ডার ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্পর্কে তথ্য অবগত করানোর জন্য, দুটি গোষ্ঠী জলবায়ু পরিবর্তনের কাফেলা নিয়ে বর্তমানে সারা দেশে ভ্রমণ করছে।孟加拉共和国为了改善对气候改变议题的警觉性,也为了要替气候改变,性别与粮食主权所产生的故相关事件发声,两个团体组织了气候改变车队,目前正在世界各地穿梭,另一个希望是这些事件能帮忙推动来自西方国家的解决方案,西方国家往往使用了大量来自世界各地的食物,水,能源以及碳,远超过发展中国家。
37একশনএইডের মতে, আশা করা যায়, এই তথ্য পশ্চিমা দুনিয়া থেকে সমাধান পেতে সহায়তা করবে, যারা পৃথিবীর খাদ্য, পানি, শক্তি এবং কার্বন উন্নয়নশীল দেশের তুলনায় অধিক হারে ব্যবহার করে।根据援助计划报导,举例来说,美国公民平均每年消耗了260磅的肉,是孟加拉共和国居民平均消耗的40倍。
38উদাহরণ হিসাবে বলা যায়, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বছরে গড়ে ২৬০ পাউন্ড মাংস খায়, যা একজন বাংলাদেশীর তুলনায় গড়ে ৪০ গুণ বেশী।Natasha Haider将差异详细的在博客上解释:
39নাতাশা হায়দার, তার ব্লগে এই বৈষম্য সম্পর্কে উল্লেখ করেছেন:孟加拉共和国是世界少数排放二氧化碳最低比率的国家。
40বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নির্গমনকারীদের মধ্যে অন্যতম। নিম্ন নির্গমনের জন্য প্রধানত দুটি কারণ রয়েছে।有主要两个原因造成这个结果,第一,孟加拉共和国并没有很多能源密集产业像 是钢或是铝制造业。
41প্রথমত: বাংলাদেশে ষ্টীল ও এলুমিনিয়াম উৎপাদনের মতো শক্তি নির্ভর কারখানা খুব বেশী নাই।第二,将近七成的商业主要能源来自天然气。
42দ্বিতীয়ত: প্রায় ৭০ ভাগ বাণিজ্যিক প্রাথমিক শক্তি প্রাকৃতিক গ্যাস থেকে আসে।因此,解决温室效应的方法主要都不是手工业的国家或是发展中国家,而是那些西方特别密集工业 化的国家。
43সুতরাং, বিশ্ব উষ্ণায়নের সমাধান বেশীরভাগ ক্ষেত্রে তার নাগালের বাহিরে এবং যা উন্নত দেশের উপর নির্ভরশীল অথবা দ্রুত শিল্পায়নের জন্য,যা অধিকাংশ পশ্চিমে। একইসঙ্গে, নাফিজা ইসলাম, সাউথ এশিয়ান জেনারেশন নেক্সট ব্লগে উল্লেখ করেছেন, বাংলাদেশ অনেক আগেই সমাধানের এক সৃষ্টিশীল উৎস:在此同时,Nazifa Islam也在南非的下一个世代(South Asian Generation Next)写道,孟加拉共和国已经成为一个全新的资源解决方案的范例:
44যখন উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের গতি বিপরীতমুখী করার জন্য অথবা তা সমাধানের জন্য মাথা চুলকচ্ছিল, বাংলাদেশ এ বিষয়ে ভালো অবস্থানে রয়েছে।当发展中国家对于如何处理气候变化而感到迷惑不解时,孟加拉共和国已经远远超出许多。
45লবণাক্ত জমিতে ধান জন্মানো থেকে শুরু করে ভ্রাম্যমাণ বাসা তৈরি, এ দেশের জনগণ সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে টিকে থাকতে সহায়তা করেছে।从在盐份高的水中长出稻米,到创造出轻易移 动的房子,这个国家的人正在呼吁任何有创意能够解决问题以存活的想法。
46যা হোক না কেন, ভয়াবহভাবে আক্রান্ত এলাকা জলবায়ু পরিবর্তনের সমাধানের জন্য “চিন্তার আধার” হিসাবে কাজ করছে।如果,最容易受到气候变化影响的地方竟然成为一个‘创意碗'去解决所有相关的灾害。
47বাংলাদেশ প্রকৃতির সমস্ত প্রতিকূলতা বেশ ভালোভাবে মোকাবেলা করেছে, বাশের মতো বেঁকেছে কিন্তু কখনো ভাঙ্গেনি।面对这个才刚刚起步的自然灾害,孟加拉共和国摇身一变成为最会处理自然灾害的国家,像弯曲的竹,不管怎么凹却永远折不断。