Sentence alignment for gv-ben-20110608-17905.xml (html) - gv-zhs-20110612-9285.xml (html)

#benzhs
1সিরিয়াঃ “গে গার্ল ইন দামেস্ক”-কে আটক করা হয়েছে叙利亚:“網絡名人”遭绑架
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। আমিনা আরাফ দ্রুত খ্যাতি অর্জন করে ফেলেছে।更新消息(2011年6月9日):自本文英文版发表之后,人们开始质疑Amina Arraf的真实身分,文中照片已确定为现居英国伦敦的克罗埃西亚女子,更多资讯请见此。
3সে আমিনা আবদুল্লাহ এই ছদ্মনামে ব্লগিং করে থাকে। সে রাজনীতি, সাম্প্রতিক গণজাগরণ, নএবং এক নারী সমকামী হিসেবে সিরিয়ায় তার জীবন নিয়ে লেখে থাকে।Amina Arraf前一段时间迅速成名,她使用Amina Abdullah为假名经营博客,写作主题包括政治、叙利亚近期抗议活动,以及身为女同性恋者的经验;她拥有美国和叙利亚双重国籍,用一字一句深刻写下叙利亚过去几个星期的实际情况。
4সে একই সাথে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার দ্বৈত নাগরিক। গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার মাটিতে কি ঘটছে, সেগুলো সে তার শক্তিশালী ভাষায় তুলে ধরছে।她的博客在6月6日出现一则讯息,指称她遭到政府绑架,她的亲戚Rania O.
5আজ আমিনার নিজস্ব ব্লগে, সংবাদ প্রদান করা হয় যে কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে গেছে।Ismail表示:
6তার চাচাতো বোন রানিয়া ও ইসমাইলসংবাদ প্রদান করছে:Amina Arraf
7আজ কিছুক্ষণ আগে, দামেস্কের স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬. ০০ টার দিকে, আমিনা আব্বাসাইড বাস স্টেশনের কাছে হাঁটছিল, এলাকাটি ফারেশ আল খৌরি নামক রাস্তার কাছে।今天稍早,大约在当地时间下午六点,Amina在Fares al Khouri街的Abbasid公车站附近步行,身边还有位朋友,准备去见参与地方协调委员会的人士。
8সেখানে সে একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়, যে তার স্থানীয় কমিটির সম্বনয়কারী এবং সে সময় তার এক বান্ধবী তার সাথে ছিল। আমিনা আরাফAmina告诉朋友能自行前往,两人就此分别,当时她显然已看见要碰面的对象,但她的同伴还没走远,就出现三名年纪二十出头的男子挟持她,据不愿表露身分的目击者指称,男子持有武器,Amina打了其中一人,然后要朋友把情况转告父亲。
9এরপর সেই সব ব্যক্তিদের মধ্যে একজন আমিনার মুখ চেপে ধরে এবং তারপর আমিনাকে টেনে হিঁচড়ে একটা লাল রঙের ডোসিয়া লোগান গাড়ির ভেতরে নিয়ে যায়, যার জানালার কাচে বাসেল আসাদের একটা স্টিকার লাগানো ছিল।
10প্রত্যক্ষদর্শী এই গাড়ির নম্বরটি নিতে পারেনি। সে দ্রুত আমিনার পিতাকে খুঁজে বের করে।其中一人捂住Amina的口,将她推入一旁的红色轿车,车窗上还有总统肖像的贴纸,目击者并未记住车牌号码,她的朋友很快便找到她的父亲。
11ধারনা করা হচ্ছে এই সব ব্যক্তি বাথ পার্টির আধা সামরিক নিরাপত্তা কর্মী। আমিনা এখন কোথায় আছে তা আর জানা যাচ্ছে না এবং সে কি জেলে নাকি দামেস্কের কোন একটা জায়গায় বন্দী হয়ে আছে।据信男子是执政党民兵部队成员,目前Amina下落不明,不清楚她是在监狱中,若是在首都某处遭挟持。
12প্রথম পোস্ট প্রকাশ হবার কয়েক ঘণ্টা পরে আমিনার চাচাতো বোনএই তাজা সংবাদ প্রকাশ করে:消息出现几个小时后,她的亲戚更新资讯:
13আমি টেলিফোনে তার বাবা মা উভয়ের সাথে কথা বলেছি এবং এখন আমরা যা বলতে পারি তা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।我不断和她的父母通电话,现在确定她已失踪,她的父亲急欲寻找她的下落,以及挟持者身分。
14সে কোথায় আছে তা জানার জন্য তার পিতা এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং কাতা তাকে ধরে নিয়ে গেছে।然而叙利亚警察共分为18个单位,还有不同的政党民兵及帮派,因为不知歹徒身分,也无从向对方讨人,她也有可能遭强制驱离出境。
15দুভার্গ্যজনক ভাবে, সিরিয়ায় অন্তত ১৮ রকমের পুলিশ রয়েছে, একই সাথে এখানে বিভিন্ন রকমের আধা সামরিক বাহিনী এবং দল রয়েছে।
16আমরা জানি না কারা তাকে নিয়ে গেছে, যার ফলে কাকে তাকে ফিরিয়ে দেবার কথা বলব তা বুঝতে পারছি না। এমন সম্ভবনা থাকতে পারে, তারা তাকে জোর করে বের করে দিতে পারে।其他曾经遭囚禁的家人表示,她应该不久后就会获释,若要撕票,此刻也已命丧黄泉。
17সেখানে যারা বন্দী হয়ে আছে তাদের পরিবারের মত আমরা বিশ্বাস করি যে শীঘ্রই তাকে মুক্ত করে দেওয়া। যদি তারা তাকে হত্যা করতে চায়, তাহলে তারা তা করতে পারে।几个星期之前,英国《卫报》才报导她的故事,让Amina声名大噪,文中指称她是“一个保守国家里的意外抗暴英雄”。
18আমরা ঠিক এর জন্য প্রার্থনা করছি। কয়েক সপ্তাহ আগে গার্ডিয়ান পত্রিকায় তার কাহিনী ছাপা হবার সাথে সাথে আমিনার জনপ্রিয়তা বাড়তে থাকে।朋友与支持者都在Twitter网站声援她,使用#FreeAmina为标签,也有人成立Facebook页面,呼吁世界各地民众联络当地美国大使馆、记者及其他公众人物。
19তাদের এই প্রবন্ধে আমিনাকে “এক রক্ষণশীল রাষ্ট্রে বিপ্লবের এক অন্য রকম বীর হিসেবে অভিহিত করা হয়”।
20টুইটারে আমিনার বন্ধু এবং সমর্থকরা এক ঐক্যের জন্য টুইট করছে, এর জন্য তারা #ফ্রিআমিনা হ্যাশট্যাগ এবং একটি ফেসবুকের পাতা সৃষ্টি করেছে সারা বিশ্বের নাগরিকরা কছে এই আবেদন করার জন্য, যেন তারা তাদের স্থানীয় আমেরিকান দূতাবাসে যোগাযোগ করে, একই সাথে তারা সাংবাদিক, এবং অন্য সব বিখ্যাত ব্যক্তিত্বদের এই একই আহ্বান জানাচ্ছে।