Sentence alignment for gv-ben-20090110-1552.xml (html) - gv-zhs-20090116-1666.xml (html)

#benzhs
1ব্রুনাই এর রুটিওয়ালারা ব্লগকে বাজারজাতকরনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে文莱:糕点业者运用博客营销
2ব্রুনাই এর রুটিওয়ালারা আর কেক প্রস্তুতকারীরা ব্লগকে বাজারজাতকরনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তাদের জিনিষ বিক্রির জন্য।
3অনেকে গৃহকর্ত্রী বা রুটি বানানোকে পার্টটইম কাজ হিসেবে নেন আর তাদের নিজেদের ব্লগে তা তুলে ধরেন।
4বেশ কয়েকজনের জন্য এটা সফলতা এনেছে আর এই প্রচেষ্টা ব্লগ পাঠক ও সর্মথকদের মধ্যে সাড়া জাগিয়েছে। নীচে কয়েকজন ব্লগারকে তুলে ধরা হলো যারা নিজেদের ব্লগে তাদের পণ্য তুলে ধরেন।文莱烘焙爱好者运用博客做为产品营销工具,他们大多为家庭主妇或专业工作者,利用闲暇时间兼事烘焙,并将成品展示在博客中,结果相当成功,在读者与支持者之中引起一阵热潮。
5দু:খের বিষয় তাদের পণ্যের স্বল্প আয়ুর জন্য এরা বেশীরভাগ ব্রুনাইতেই শুধু বিক্রি করেন । পাভলোভা, বানীজ এর সৌজন্যে以下为部分范例,可惜因为烘焙产品不易保存,配送地区大多仅限文莱境内。
6ব্রেডস্টপের মত অনেক রুটিওয়ালারা তার কেক তৈরীতে ভালো স্বাস্থ্যসম্মত জিনিষের ব্যবহারকে তুলে ধরেন।
7বানিস ইয়ামিস ও স্বাস্থ্যসম্মত রান্নার বিষয়টি প্রচার করেন:Bunny制作的甜饼照片
8আমি স্বাস্থ্যসম্মত রান্না করি। আমি কোন ধরনের সংরক্ষণের জিনিষ, নকল রঙ বা স্বাদ আমার কেকে ব্যবহার করিনা।Breadstop等烘焙者都推广以健康食材制作蛋糕,Bunny's Yummies亦支持健康烹饪:
9আমি তাজা ফল, আসল ভ্যানিলা বিন, চকলেট, কফি আর বিভিন্ন ধরনের বাদাম থেকে স্বাভাবিক ফ্লেভার আর স্বাদ আনি। আমি আমার কেকে কম ডিমও ব্যবহার করি এটাকে স্বাস্থ্যকর বিকল্প করার জন্য।我支持健康烹饪法,不使用任何防腐剂、人工甘味或色素,我使用各种天然食材,如新鲜水果、香草豆、巧克力、咖啡豆和各式坚果,我也尽量在蛋糕少加蛋,让产品更加健康,所有产品都依据下订与提货时间先后新鲜出炉。
10অর্ডারের সময় আর নিয়ে যাওয়ার সময় অনুযায়ী সকল জিনিষ তাজা তৈরি করা হয়।
11ক্যান্ডি উপরের কাপকেকটি বানিয়েছেনCandy制作的杯子蛋糕
12বিশ্বের অনেক জায়গার মত ব্রুনাইয়েও কাপ কেক বেশ জনপ্রিয় হয়েছে এবং বাজারহাতকারী ব্লগার ও তাদের গ্রাহকদের মধ্যে এটা জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্যদের মধ্যে নিচের ব্লগাররা কাপ কেকে বিশেষজ্ঞ আর তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সৃষ্টি তুলে ধরেছেন: কিচেন অফ জেসমিন, কাপকেক প্যারাডাইজ, ক্যান্ডি, সিনাহ বেকারি, সুগারাশ, টেস্ট অন ট্রে আর ওয়ারিসান উম্মি।文莱也没有错过全球杯子蛋糕热潮,成为许多博客及消费者的最爱,以下这些博客专门烘培杯子蛋糕,并依据顾客个人喜好订做,包括:Kitchen of Jasmine、Cupcake Paradise、Candy、Sinah Bakery、Sugarush、Taste on Tray以及Warisan Ummi。
13সিট'স কাপকেক তার পণ্যের পরিচয় করাচ্ছেন: আমার সব পণ্যের উপর আমি প্রাথমিকভাবে সাজাই, কিন্তু আপনাদের পছন্দ অনুসাররে আমি সাজাতে পারি বাড়তি খরচে।Cit's Cupcakes简介她的产品:
14আমি নোভেল্টি কেক, ৩ডি কেক ইত্যাদি তৈরি করতে পারি।所有产品都有基本装饰,我也可以依据顾客喜好加价做其它装饰,如3D花样等。
15সুগাররাশের বেকার, আন্ডারসেরেনেটি লিখেছেন:Sugarush博客的主人Underserenity表示:
16কয়েক রাত আগে, চার ঘন্টা ঘুমের পরে আমি বেশ স্পষ্ট একটা স্বপ্ন থেকে জেগে উঠি আর ঘুমাতে পারিনি তার পরে। ভোর ৪টা ৩০ মিনিটে আর কি করার আছে?几天前,我睡了四小时便从栩栩如生的梦中醒来,之后便无法再入眠,凌晨四点半还有什么事能做?
17বেক করা ছাড়া! পাগলের কাজ?烘焙!
18হয়তো। কিন্তু আমি বেশ ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কিছু রেড ভেলভেট কাপ কেক আর চকলেট কাপকেক ভ্যানিলা বাটারক্রিম দিয়ে তৈরি করলাম।听起来很疯狂,但总之我最后做了一批红丝绒杯子蛋糕,洒上奶油起司,还有一批巧克力杯子蛋糕加上香草糖霜。
19ক্রেতারায় তাদের মতামত দেন এইসব পণ্য সম্পর্কে যেমন আনাকব্রুনাই লিখেছেন:消费者AnakBrunei的评价是:
20এই কেকগুলো খুবই সুস্বাদু… উপরে সাদা ঘাসের মতো যেটা ওটা রেড ভেলভেট ক্রিম চিজসহ উপরে আর চকলেটগুলোকে ডার্ক চকলেট দিয়ে বানানো হয়েছে বলে আমার মনে হয়- একেবারেই বেশী মিষ্টি না।这些蛋糕看起来非常棒,有层白外衣的是红丝绒杯子蛋糕,巧克力口味应该是用黑巧克力制作,完全不会太甜,若各位想联络拥有这双巧手的女士,请再告诉我。
21যিনি এগুলো বানান সেই গুনান্বিত তরুণীর যোগাযোগের ঠিকানা আপনি জানতে চাইলে আমাকে জানাবেন।校对:Elaine