Sentence alignment for gv-ben-20111016-20754.xml (html) - gv-zhs-20111121-10112.xml (html)

#benzhs
1বিশ্ব হাত ধোয়া দিবসঃ গান এবং নাচের মাধ্যমে আচরণ পরিবর্তন全球洗手日:唱歌跳舞来洗手
2বিশ্ব হাত ধোয়া দিবসের লোগো全球洗手日的标识
3আপনি সঠিক ভাবে ধাত ধোয়ার উপায় সম্বন্ধে জানেন কি?你是否知道如何正确地洗手?
4বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্য বিষয়ক প্রচারণার জন্য গান এবং নাচের মাধ্যমে অন্যদের হাত ধোয়ার বিষয়ে শিক্ষা প্রদান করছে।世界各国为了提倡健康以唱歌跳舞的方式来教正确的洗手方法。
5১৫ অক্টোবর ২০১১ তারিখটি ছিল বিশ্ব হাত ধোয়া দিবস।2011年10月15日为全球洗手日在“干净的手能拯救生命!”
6আর এবারের এই দিবসের প্রতিপাদ্য স্লোগান হচ্ছে, পরিষ্কার হাত, জীবন বাঁচায়।的口号下强调一个简单的动作就能预防疾病、降低孩童死亡率。
7এই দিবসটি খুব সাধারণ একটি কার্যক্রমের উপর আলোকপাত করেছে যা প্রতিরোধ করা যায় এমন রোগ প্রতিরোধের মাধ্যমে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে সাহায্য করে।哥伦比亚的嘻哈葛莱美奖得主乔科比镇(Chocquibtown)教导小孩何时洗手、如何洗手。
8গ্র্যামি পুরষ্কার বিজয়ী কলম্বিয়ার চকুইবটাউন নামক দল তাদের এই হিপ হপ গানের মাধ্যমে শিশুদের জানাচ্ছে, কখন এবং কিভাবে হাত ধুতে হয়।在宏都拉斯电视台播放的这支影片中,这群住乡下的年轻人同样用嘻哈唱出洗手的重要性。
9হন্ডুরাসের পল্লী অঞ্চলের এই তরুণ সঙ্গীত দলটিও স্থানীয় টেলিভিশনে প্রচারিত হিপ হপ গানের এই ভিডিওর মাধ্যমে সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানাচ্ছে।在下一支英国广播公司世界新闻频道的国际信托会(BBC world trust)柬埔寨洗手广告:一个被排挤的小男孩在他洗手后,其他小朋友就接纳他了。
10বিবিসি ওয়ার্ল্ড ট্রাস্ট ক্যাম্বোডিয়ার হাত ধোয়া নামক এই বিজ্ঞাপনে শিশুদের এক গেম থেকে বের হয়ে আসা শিশু, যতক্ষণ না হাত ধুচ্ছে, ততক্ষণ সে খুব গুরুত্বপুর্ণ এক প্রশ্ন করে যাচ্ছে: যদি কারো কাছে সাবান না থাকে তাহলে কি দিয়ে হাত ধুতে হবে?这广告带出一个非常重要的问题:假如他没有肥皂洗手怎么办? 就用土吧!
11এক্ষেত্রে ছাই ব্যবহার করলে চলবে।许多不同的机构在世界各国推动洗手运动。
12বিশ্বের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা অনেক সংগঠন হাত ধোয়ার বিষয়টি সম্বন্ধে প্রচারণা চালিয়ে থাকে।下支影片我们可以看到红十字会在海地的努力,他们透过克里奥尔歌曲推广洗手。
13পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে পাব, কি ভাবে হাইতিতে রেডক্রসের ত্রাণ তৎপরতার উদ্যোগে ক্রিয়ল ভাষায় গাওয়া গানের মাধ্যমে হাত ধোয়ার বিষয়টি সম্বন্ধে প্রচারণা চালানো হচ্ছে, মোজাম্বিকের ফুড ফর দি হাংরি মোজাম্বিক ( মোজাম্বিকের ক্ষুধার্তদের জন্য খাদ্য) নামক সংগঠন আমাদের একটি হাত ধোয়ার কেন্দ্র প্রদর্শন করেছে, যেখানে পানির উৎস হিসেবে এক গ্যালনের একটি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে।莫三比克的饥援协会(Food for the Hungry in Mozambique)在短片中呈现了洗手站的情景,他们用一加仑的塑胶瓶当作水龙头,边洗手边唱莫三水歌,唱完这首歌,手也洗好了。
14তারা একই সাথে মোজি'স ওয়াটার নামক গানটিকে প্রদর্শন করছে, যতদিন হাত ধোয়ার বিষয়টি থাকবে ততদিন এই গানটি থাকবে। কলম্বিয়ার সুরতিগাস এবং প্রমিগাস ফাউন্ডেশন, লেখা, ছবি আঁকা, কবিতা লেখা এবং গান গাওয়ার মাধ্যমে শিশুদের নিজেদের প্রকাশ করার সুযোগ দিয়ে শিশুর ক্ষমতায়ন ঘটাচ্ছে।哥伦比亚的色提燃料和波蜜燃料公司让孩童透过写作、画画、诗、歌曲来表达自己,其中有些孩童以洗手为主题创作短文,并用瓦伽娜多(Vallenato)传统地方的民谣唱出来。
15এদের মধ্যে কয়েকজন শিশু হাত ধোয়ার উপর একটা গান রচনা করেছে এবং তা ঐতিহ্যবাহি ভালেনাটো স্টাইলে গেয়েছে।这支墨西哥的影片改编自联合国儿童基金会2009年日本洗手歌,并以此命名洗手的步骤。
16মেক্সিকোর এই ভিডিও, ইউনিসেফের ২০০৯ সালের জাপানী এক হাত ধোয়ার গানের উপর ভিত্তি করে তৈরি এবং তাতে বিভিন্ন ধাপের নাম উল্লেখ করা হয়েছে যাতে হাত ধোয়ার বিভিন্ন ধাপগুলো সহজে স্মরণ করা যায়: পাহাড়, গিটার, মোটর সাইকেল, সাপ, প্রজাপতি এবং “কামেহামেহা” প্রদর্শন করেছে যে, হাত ধোয়া আসলে দুই হাত ঘষার চেয়ে বেশি কিছু!用高山、吉他、摩托车、蛇、蝴蝶、和龟派气功这些名词比使用两手搓揉来得好记。
17স্বাস্থ্য কর্মীদের ক্ষেত্রে হাত ধোয়ার যে পাঁচটি পদক্ষেপ আছে, তার ভেতের দিয়ে যাবার জন্য বিয়ন্সের সিঙ্গেল লেডিস নামক গান ব্যবহার করা হচ্ছে। যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মেক্সিকোর জন স্বাস্থ্য বিভাগের ছাত্ররা এই গানের সাথে নাচছে।在这支影片中,墨西哥公共卫生学系学生把碧昂丝的单身女郎当作背景音乐,为医疗人员示范五个不同的洗手步骤。
18প্রথমে হাতের আংটি খুলে ফেলুন, তারপর ঘড়ি এবং বালা, এরপর পানির কল ছাড়ুন, হাত ভেজান এবং তারপর হাতে যথেষ্ট সাবান লাগান। হাতের পেছনের অংশ পরিষ্কার করুন, সামনের অংশ পরিষ্কার করুন, দুই পাশের দিকগুলো এবং আঙ্গুলের মাথা পরিষ্কার করার পর হাত কোন কাগজের তোয়ালে দিয়ে মুছে ফেলুন, যা এর পরে সংলগ্ন নল বন্ধ করার জন্য ব্যবহার করুন।首先将戒指、手表、手炼取下,然后打开水龙头,把手沾湿后,取适量肥皂洗净手背、手心、指间与指缝,最后关上水龙头,并用纸巾将手擦干。
19ফিলিপাইনসের ইলিগান সিটি নামক শহরের স্বাস্থ্য কর্মীরা নিজস্ব নাচের মুদ্রা বা কোরিওগ্রাফ দিয়ে নিজস্ব হাত ধোয়ার ভিডিও সৃষ্টি করেছে। এটা তারা করেছে স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রের “জয় হো” নামক গানের সুরে।菲律宾伊利甘市的医疗人员同样以电影贫民百万富翁中的胜利之歌(Jai Ho)为背景音乐,精心设计了洗手短片。
20আসুন আমরা আমাদের হাত ধুয়ে ফেলি!大家一起来洗手!