# | ben | zhs |
---|
1 | চিলি: প্রতিদিনের জীবন ভিডিও ব্লগিং করা | 智利:日常生活影音记录 |
2 | চিলির কংগ্রেস লাইব্রেরীর মিডিয়া আর ডিজিটাল বিভাগের পরামর্শক, সাংবাদিক আর ব্লগার পালোমা বেইতেলম্যান এর নিজের অনলাইন টিভি চ্যানেল আছে যার নাম তিনি দিয়েছেন পালোমা টিভি। | |
3 | এরকম ভিডিও প্রকাশ প্রথম শুরু হয়েছিল ফ্লিকার ফটো শেয়ারিং সাইটের সুবিধা নিতে যেখানে ছোট ছোট ভিডিও আপলোড করা যায়। এখন তা ব্যবহৃত হচ্ছে সান্তিয়াগো দে চিলিতে বসবাসরত একজন কর্মরত তরুনীর দৈনন্দিন জীবন দেখানোর জন্য। | Paloma Baytelman是位智利记者、博客,也是智利国内媒体及数字内容顾问,她拥有自己的网络电视频道,取名为PalomaTV,她原本是想训练毅力,又利用Flickr上载短片的功能,让她有机会展现年轻女性在智利圣地亚哥生活与工作的日常样貌,现在她也有YouTube频道,持续上载录像。 |
4 | যেহেতু তার এখন একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও সে ভিডিও আপলোড করছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সে ভোট দিতে যাচ্ছে। | 其中一段录像[西班牙文]为投票经验,她说自己刚满18岁时,母亲便警告她若不去登记投票,就要把她撵出家门,于是她搭上公交车去投票,并骄傲地展示证明已投票的染色手指: |
5 | সেখানে বলা হচ্ছে যে পালোমা যখন ১৮ বছর বয়সে পা দিয়েছিল তার মা তাকে সাবধান করে দিয়েছিল যে সে যদি রেজিস্টার না করে ভোটের জন্য, তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। | 下一段录像记录她乘着公交车前往犹太教堂途中,注意到公交车司机把自己打扮成圣诞老人,她藉此机会访问司机夫妇、上传录像并写在博客[西文]里: |
6 | সে তখন বাসে করে গিয়ে ভোট দিয়ে এসে তার কালি দেয়া আঙ্গুল গর্ব সহকারে দেখিয়েছিল: তার পরের ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাসে চড়ে সে সান্তিয়াগো থেকে একটা সিনাগগে যাচ্ছে যেখানে সে লক্ষ্য করেছিল যে বাস চালক সান্টা ক্লসের মতো কাপড় পরেছিল। | Paloma的姐姐Gaby在下段录像中,述说自己遭到骚扰的经验,对方是连锁药局人员扮演的宣传吉祥物,他们两人友善地跳一段舞后,吉祥物抓住她的手不让她离开,并戴着手套对她上下其手,直到朋友将她带开,结果吉祥物还一路跟过来,向她们丢掷手中的传单: |
7 | সে এই সুযোগে তাকে আর তার স্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিল, ভিডিওটা আপলোড করেছিল আর এই ব্যাপারে তার ব্লগে লিখেছিল: | |
8 | পরের ভিডিওতে আছে পালোমার বোন গেবী, যে একটা বিরক্তিকর অভিজ্ঞতার কথা বলেছে। | 经过长期在职场、博客与影音的努力下,Paloma有机会访问Web2. |
9 | ঔষধের একটা চেন দোকানের প্রমোশনালের জন্যে ফেনা দিয়ে ভরা একটি লোক তাকে হঠাৎ করে ধরে বন্ধুত্বপূর্ণ একটা নাচের পরে আর ছাড়তে রাজী হয়নি। তার পরে তাকে ফেনায় ভরা দস্তানা দিয়ে সর্বাঙ্গে ছুঁয়েছিল তবে তার বন্ধুরা সাথে সাথেই তাকে ওই লোকের কাছ থেকে সরিয়ে নেয়। | 0风潮中的重要人物,如Tim O'Reilly、Howard Rheingold(Smart Mobs)、Nicolás Copano(智利)、Peter Rock(智利)、Chris Anderson(《Wired》)等,尚未发表的访谈对象包括Jay Adelson(Digg)与Jimmy Wales(维基百科)。 |
10 | সেই ডঃ সিমি চরিত্র যেসব বিজ্ঞাপন ফ্লায়ার বিলি করছিল তা দলা করে গেবীকে ছুঁরে মারতে থাকে যখন সে ঐ স্থান থেকে চলে যেতে থাকে: | 以下录像[英文]是她访问Tim O'Reilly的内容,西班牙文字幕版请见此。 |
11 | তার কাজ, ব্লগ আর ভিডিও ব্লগের মাধ্যমে, পালোমা পেরেছেন ওয়েব ২. | 其它录像都在她的Flickr页面或YouTube频道PalomaTV之中,部分录像有附字幕,本文照片则是来自她的Flickr自拍照。 |
12 | ০ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে যেমন টিম ও রাইলি, হাওয়ার্ড রাইনগোল্ড (স্মার্ট মবস), নিকোলাস কোপানো (চিলি), পিটার রক (চিলি), ক্রিস এন্ডারসন (ওয়ারড) আর এখনো অপ্রকাশিত সাক্ষাতকার আছে জে এডেলসন (ডিগ) আর জিমি ওয়েলস (উইকিপিডিয়া) র সাথে। | |
13 | নীচের ভিডিওতে তিনি টিম ও রাইলির সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি স্প্যানিশ সাবটাইটেল দিয়ে তা এখানে দেখতে পারেন: | |
14 | আপনি এগুলো আর তার অন্যান্য ভিডিও তার ফ্লিকার পাতায় দেখতে পারেন, বা আপনার ইউটিউব চ্যানেলে, পালোমা টিভি, যেখানে সে নিজের কিছু ভিডিও ক্যাপশন আর সাবটাইটেল দেয়। | |
15 | যে ছবি এখানে ব্যবহার করা হয়েছে তা তার ফ্লিকার পেজের একটা পোট্রেট ছবি। | 校对:Elaine |