# | ben | zhs |
---|
1 | বিশ্ব জুড়ে নারী অধিকার আন্দোলন “ওয়ান বিলিয়ন রাইজিং” –নামক প্রতিবাদের এর ভিডিও | “亿触即发”,替女权发声的全球性抗争 |
2 | সুইজারল্যান্ডের বেরেন-এর ওয়াইজেনহাস্প্লাটজ নামক এলাকায় ফ্লাশমব বা হঠাৎ করে জড়ো হওয়া জনতার ছবি | 在瑞士伯恩(Bern)的孤儿院广场(Waisenhausplatz)的快闪族 |
3 | পৃথিবীতে প্রতি তিনজন নারীর অন্তত একজন আজীবন ঘরোয়া নির্যাতনের শিকার হয়ে থাকে। | 在这世界上,每三个女人就有一个在她的有生之年曾受暴力威胁。 |
4 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ -এ সারা বিশ্বের হাজার হাজার নাগরিক প্রতিবাদের জন্য হঠাৎ করে জড়ো হয়ে নাচ এবং অন্যান্য শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে দৈনন্দিন ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। | 在2013年2月14日,全球有数以千计的人们透过“快闪舞”(注:透过网路召集数以百计互不相识的人, 在指定时间涌到指定地点完成某些稀奇古怪的任务后, 又在短时间内迅速消失)和其他艺文活动,向这每天都会发生的暴力事件大声抗议。 |
5 | ওয়ান বিলিয়ন রাইজিং নামক আন্দোলনের-এর আদর্শে এই সমস্ত নাগরিকরা বিশ্বের ১০০ কোটি নারীর পক্ষে তাদের এই প্রতিবাদ প্রদর্শন করে, জাতিসংঘ অনুসারে যারা তাদের জীবনে অন্তত একবার মারধর কিংবা ধর্ষণের শিকার হয়ে থাকে। | 根据联合国统计,全世界有一亿名女人终其一生曾受他人挨打或强暴,在“亿触即发”(One Billion Rising)这个标语下,他们代表这些受暴妇女表达抗议。 |
6 | এই দিনে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মত রাষ্ট্রের নারীরাও রাস্তায় নেমে পড়ে। | 另外,在阿富汗、巴基斯坦和孟加拉这些国家,也有不少女人走上街头参与这个活动。 |
7 | সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ এর পলিট্রাসএ-তে হঠাৎ করে জড়ো হওয়া একদল নাগরিকের ছবি | 在瑞士的苏黎世联邦理工学院的快闪活动Polyterrasse |
8 | বিশ্বজুড়ে সংঘঠিত এই আন্দোলনে ২০০টি দেশ এবং ১৩,০০০টি সংগঠন অংশ গ্রহণ করে। | 200个国家,有超过13,000个机构参加了这个全球性的抗争。 |
9 | নীচে ১৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত এই আন্দোলনের কিছু ভিডিও উপস্থাপন করা হল। | 以下是2月14日的几段影片。 |
10 | সুইটজারল্যান্ডের বেরেন হঠাৎ করে জড়ো হওয়া জনতা: | 瑞士伯恩的快闪舞: |
11 | “ইউনাইটেড সোসাইটি ফর বালকানস” নামক সংগঠনটি বিশ্বের বিভিন্ন নারী ও পুরুষেরর ভিডিও ধারণ করেছে। | 一个名为“巴尔干半岛联合社会”(United Societies of Balkans)的组织录制了一段影片,影片中来自全球的男男女女告诉大家会什么在2月14日这天,他们要为了亿触即发这个活动走上街头: |
12 | তারা জানাচ্ছে কেন” ওয়ান বিলিয়ন রাইজিং” আন্দোলনে তারা ১৪ ফেব্রুয়ারি তারিখে রাস্তায় নেমে এসেছিল: | 新德里有线电视在印度孟买的报导: 以下的舞蹈由一个叫做“新的光亮”,在印度加尔各答红灯区服务的NGO,彩排和演出: |
13 | ভারতের মুম্বাই থেকে এনডিটিভির সংবাদ: | 来自苏丹喀土木(Khartoum)的影片: |
14 | ভারতের কলকাতার নিষিদ্ধ (রেড লাইট) এলাকার একটি এনজিও “নিউ লাইট” এই অন্দোলনের জন্য নাচের অনুশীলন এবং তা প্রদর্শন করছে: | http://www.youtube.com/watch? |
15 | সুদানের খার্তুমের একটি ভিডিও : | v=ZXeIskGwLy4 |
16 | http://www.youtube.com/watch? | 巴西圣保罗的定格动画: |
17 | v=ZXeIskGwLy4 | 印尼峇里岛的快闪舞: |
18 | ব্রাজিলের শহর সাও পাওলোর একটি স্টপ মোশন চলচ্চিত্র: | 翻譯:Yu Tung Yang |
19 | ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হঠাৎ জড়ো হওয়া একদল জনতা: | 校對:Portnoy |