# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে, সিঙ্গাপুর আর ব্যাংককেও অনুভূত হয়েছে | |
2 | ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ৭. | 印度尼西亚:东南亚同感强震 |
3 | ৯ মাপের ভূমিকম্প কয়েক ঘন্টা আগে আঘাত হেনেছে। | 印度尼西亚苏门答腊近海地区发生芮氏规模7. |
4 | মালায়শিয়া, ইন্দোনেশিয়া আর ভারতের কর্তৃপক্ষ সুনামির সতর্কবার্তা প্রেরন করেছে। | |
5 | দক্ষিন পূর্ব এশিয়া থেকে ভুকম্পন অনুভূত হওয়া নিয়ে ব্লগিং ইতিমধ্যে শুরু হয়েছে। ব্যাংকক থেকে সানি লিখেছেন: | 9的地震,包括马来西亚、印度尼西亚与印度官方均已发布海啸警报,东南亚各国博客也记录他们所感受到的震动。 |
6 | ব্যাংককের কিছু বহুতল বাড়িতে কম্পন অনুভূত হয়েছে, সিলমে লোকেরা তাদের অফিস থেকে ছুটে বেরিয়ে গেছে। | |
7 | সেন সাইব খালের পানি বাড়তে দেখেছে অনেকে। | 曼谷的Sunny写道: |
8 | আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমার কিছু বন্ধু বলছিল যে সিলম সড়কে জানযট হয়েছে। | |
9 | এক্সএক্সইং সিংগাপুরে তার ফ্ল্যাট কাঁপতে দেখেছেন: ৩০ মিনিট আগে আমার ফ্ল্যাটের পুরো ব্লক কাপছিল, আমি তা অনুভব করেছি! | 曼谷居住于高楼的部分民众感到晃动,Silom的民众也自办公大楼夺门而出,邻近Saen Saeb运河的居民也发现水位上升,我并未感受到地震,但我听朋友说Silom路上车流量大增。 |
10 | ৭. ১৪ থেকে শুরু হয়ে প্রায় ২ মিনিট স্থায়ী ছিল । | XXing在新加坡的住处也有摇晃: |
11 | গতবারের থেকে এবারের কম্পন বেশি ছিল। আমি ভাবছিলাম কোন দেশে এমন ভুমিকম্প হচ্ছে? | 30分钟前感受到公寓开始摇晃,时间大约在晚上7时14分,持续约两分钟,此次晃动比前次更剧烈! |
12 | সিঙ্গাপুর থেকে মি: মিয়াগি লিখেছেন: এখুনি হলো। | 不知道是哪个国家发生了大地震? |
13 | নাওমি ভেবেছিল যে বিড়াল সোফার নিচে ঢুকে নাড়াচ্ছে আর তাই তার মাথা ঘুরছে। | |
14 | কিন্তু তার পরে আমরা বিড়ালটিকে তার জায়গায় পেয়েছি। | |
15 | তাই সে আমাকে তখন বলল সোফায় বসে দেখতে যে ওটা নড়ছে কি না। “কেন?” | 新加坡的Mr. |
16 | সে আমাকে জিজ্ঞাসা করল। “আমার মনে হয় সোফার সিটটা ঠিকমত বসেনি,” আমি বললাম। | Miyagi提到: |
17 | আমি আর একটা সোফায় বসলাম দেখার জন্য যে ওটা নড়ে কি না আর দেখি যে ওটাও নড়ছে। | |
18 | তার পর এক গ্লাস পানিতে দেখলাম যে ছোট ছোট তরঙ হচ্ছে। সিঙ্গাপুরের থার্টি পাউন্সেস তার কম্পিউটারে কাজ করছিল ছিল যখন কম্পনে সে ভীত হয়ে পড়ে: | 地震刚发生,Naomi原以为是猫在沙发下钻动让她有些晕眩,后来发现猫原来坐在其它地方,所以她要我也坐在沙发上感觉摇晃,却不知道为什么,因为我向来喜欢胡说八道,于是我回答:「也许只是沙发站的地方不稳吧!」,结果却发现不是这么回事,为了确定情况,我们盯着桌上的水杯,结果在水面上看见涟漪。 |
19 | কম্পিউটারের সামনে বসে ছিলাম যখন আমার মনে হলো যে আমার মাথা ঘুরছে। | 新加坡的Thirty pounces地震当时正坐在计算机前,他因此吓了一大跳: |
20 | তারপর আমি দেখলাম যে এক এক দিকে ১ ইঞ্চি করে কামরা নড়ছে, হাল্কা কিন্তু দ্রুতভাবে নড়ছে। তারপরেই আমি দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে দৌড় দিয়েছি। | 坐在计算机前,我突然感觉头晕目眩,马上便发觉房里的东西左右摇晃各一吋左右,于是我尽快走楼梯离开,印度尼西亚竟发生了7. |
21 | ইন্দোনেশিয়াতে ৭. ৯ স্কেলে ভুমিকম্প। | 9级的地震,到了地面后便感觉不到震度,但在17楼真的吓到我了。 |
22 | নিচের তলায় যাওয়ার পর আমি এটা আর অনুভব করিনি, কিন্তু ১৭ তলায় তা আমাকে ভীত করার জন্য যথেষ্ট ছিল। | |
23 | -প্রীতম রাই | 马来西亚槟城的5Xmom与OngWeeWee也提到了地震情况。 |