Sentence alignment for gv-ben-20090807-4859.xml (html) - gv-zhs-20090810-3415.xml (html)

#benzhs
1পূর্ব তিমুর: রাইসগেট কেলেংকারি东帝汶:「米门案」丑闻爆发
2গত বছর খাবার এবং চালের ঘাটতি দেশটিতে যে সংকটে ফেলেছিল তার প্রতিকারের জন্যে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী শানানা গুজমাও ১৭ টি কোম্পানিকে চাল আমদানির অধিকার প্রদান করেন।
3এই আমদানি চুক্তি এখন বিরোধী দলের প্রশ্নের সম্মুখীন, যখন রেডিও অস্ট্রেলিয়া নিউজ প্রকাশ করে দেয় যে এই সমস্ত কোম্পানীর মধ্যে একটি প্রতিষ্ঠানের আংশিক মালিক প্রধানমন্ত্রীর কন্যা। টেম্পো সেমানাল চাল আমদানি বিষয়ক চুক্তি সংক্রান্ত বেশ কয়েকটি দলিল ব্লগে তুলে দিয়েছেন।去年由于粮食及稻米危机隐然成形,东帝汶总理古斯毛(Xanana Gusmao)与17家公司签约进口白米,不过Radio Australia News报导,总理女儿拥有其中一家公司部分股份,让在野阵营质疑合约是否有问题。
4প্রধানমন্ত্রী বলছেন তিনি দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হবার জন্য প্রস্তুত। কিন্তু তিনি একই সাথে বলেছেন, যখন উক্ত কোম্পানীকে সরকার চাল আমদানি করার অনুমতি দেয়, তখন তার কন্যা আর সেই কোম্পানীর মূল শেয়ার হোল্ডার বা মালিক ছিলেন না।Tempo Semanal张贴多份与白米进口合约有关的文件,总理则表示准备好向反贪污委员会解释一切,不过他也强调与该公司签约时,女儿已非主要股东,在野的Fretilin党则认为此案事涉贪污及图利亲信。
5বিরোধী ফ্রেটেলিন পার্টি বিশ্বাস করে এটি দুর্নীতি ও স্বজন প্রীতির মামলা।目前在野党也在媒体上质疑其他政府合约,包括军备交易等,指称许多包商皆为政府高层官员亲戚:
6সরকারের অন্যান্য কিছু চুক্তিও রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অস্ত্র চুক্তি, এ সব চুক্তি নিয়ে বিরোধী দল এখন প্রচার মাধ্যমে প্রশ্ন তুলেছে।
7তথ্যে জানা যাচ্ছে যে সরকারের এই চুক্তির সুবিধাভোগীদের অনেকে উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের আত্মীয়: কেবল জেলিনডা গুজমাও (প্রধানমন্ত্রীর কন্যা) পূর্ব তিমুরের একমাত্র ব্যবসায়ী নয়, যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়।在东帝汶,总理之女并非唯一与政府关系密切的企业家,经济发展部部长Kathleen Goncalves之妻所涉入企业亦与政府往来,其中至少有三家获得数百万美元的政府合约,总理也批准此事。
8পূর্ব তিমুরের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী জোয়াও গনজালভেসের স্ত্রী ক্যাথলিন গনজালভেস তিনটি কোম্পানীর সাথে যুক্ত যারা কোটি কোটি ডলারের সরকারী কাজের চুক্তি লাভ করেছে।
9এই সমস্ত কাজে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। দি ডিলি ইনসাইডার স্মরণ করিয়ে দেন সরকারের সৌভাগ্যবান আত্মীয় ও বন্ধুদের কথা, যাদের ঠিকভাবে ট্যাক্স দেওয়া উচিত:The Dili Insider提醒这些官员的幸运亲友最好诚实纳税:
10পূর্ব তিমুরের ব্লগারদের ভাবনা খানিকটা এলোমেলো হয়ে গেছে এই বিষয়ে যে, কে চাল আমদানির অনুমতি লাভ করেছে। এটাকে রাইসগেট উপাধি দেওয়া হয়েছে-।东帝汶博客圈对于稻米合约问题已显得有些疯狂,政府还自行命名此事为「米门案」。
11তিমুর সরকার নিজেই এই নামটি দিয়েছে। এটি অনেক টাকার ব্যাপার।此案总金额逾5700万美元,有些人似乎中饱私囊,他们通常并非真的米商,只是与政府某些人相识。
12প্রায় ৫৭ মিলিয়ন আমেরিকার ডলার। এতে মনে হচ্ছে কিছু লোক অনেক টাকা কামাবে।纵然要藉亲友取得合约也没关系,但总该诚实缴税吧。
13প্রায়শ:ই কিছু পরিচিত লোক এবং কোন সত্যিকারের চাল বিক্রেতা নয়। ঠিক আছে আমদানি করার ক্ষমতা আত্মীয় ও বন্ধুদের মাধ্যমে নাও।政府发言人称此事为「米门案」实在很突兀,The Lost Boy对朝野政党声明稿的看法是:
14কিন্তু দয়া করে আয়কর দিতে ভুলো না। এটা এক অদ্ভুত বিষয় যে সরকারের মুখপাত্ররা এই বর্তমান ঘটনাটিকে ‘রাইসগেট' বলে অভিহিত করছে।这肯定是政府声明稿之中,首次出现「肥猪」二字。
15দি লস্ট বয় জনসম্মুখে সরকার ও বিরোধী দলের বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন: এটা নিশ্চিতভাবে বলা যায় এই প্রথম বিশ্বে কোথায় সরকারী বিবৃতিতে “পোর্কিজ” বা “শুকর জাতীয়” কথাটি ব্যবহার করা হল।朝野一来一往之间,最大问题在于没有人真正处理问题,在野党不断试图挖掘丑闻,政府则防卫心态很强,不断指称在野党过去执政时多么贪腐,却鲜少触及眼前问题。
16এই সমস্যার খুঁটি নাটি দিক এমনই যে, এই সমস্যাকে দ্রুত অনুধাবন করা যায় না।任何论述都在声明稿前几段变调,让我不禁怀疑究竟文稿出自谁人之手。
17ফ্রেটিলিন (বিরোধী দল) যতটুকু পারে এ সম্বন্ধে অনুসন্ধান চালিয়েছে এবং সরকার রক্ষণাত্বক মনোভাব গ্রহণ করেছে এবং জোরে আওয়াজ তুলেছে যে এর আগে ফ্রেটিলিন কতটা দুর্নীতিগ্রস্ত ছিল।
18এগুলো বর্তমান ঘটনার অনেক বাইরের বিষয় নিয়ে আলোচনা। যে কোন সঠিক যুক্তি প্রথম কয়েক ছত্রের অবমূল্যায়ন ঘটাচ্ছে।东帝汶人民理应接受,因为前任政府贪腐,所以现任政府亦然这种论调吗?
19আমি বিস্মিত কে বিবৃতি সমূহ লিখেছে।一般民众如何信服这种说法?
20তিমুরের জনগণ কি এই সরকারের দুর্নীতি মেনে নেবে? কারণ এর আগেরটাও একই রকম ছিল?媒体战争看起来很有趣,但没有解决任何问题。
21রাস্তার মানুষদের জন্য কে পূর্ণ নিশ্চয়তা প্রদান করেছে? প্রচার মাধ্যমে এই যুদ্ধ দেখতে বিস্ময়কর লাগে, কিন্তু তা কোন কিছুর সমাধান করে না।东帝汶总统霍塔(Jose Ramo Horta)选择支持正在备战的总理:
22পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামো হোর্তা তার এই যুদ্ধরত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী হবার মানে এই নয় যে তাদের পরিবারের সকলেই বেকার থাকবে।纵然某人成为总统、总理或部长,并不代表他的家人全都得失业,不代表他们得出售所有事业。
23তারা তাদের সকল ব্যবসা বিক্রি করে দেবে এবং কাজ বন্ধ করে বসে থাকবে।Norah Mallaney说明反贪污委员会进行调查的重要性:
24নোরাহ মালানে ব্যাখা করছেন দুর্নীতি দমন কমিশন যে অনুসন্ধান চালাচ্ছে তার গুরুত্ব: পূর্ব তিমুরের দুর্নীতি বিরোধী রাজনীতিতে এই তদন্ত এক বিশেষ দিকে যাবার সম্ভাবনা রয়েছে।…这场调查有可能成为东帝汶政坛反贪腐的转捩点,若调查、决策与任何审判都能遵循反贪腐的法律程序,委委员与法规架构就能暂停取信于民众及全世界。
25তদন্ত কার্য, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি এবং সম্ভাব্য যে কোন শাস্তির ফলাফল, সকল কিছুই দুর্নীতি বিরোধী কার্যক্রম বৈধ আইন অনুসারে হতে হবে, এটি যে পূর্ব তিমুরের দুর্নীত বিরোধী কমিশনের আইনগত অবস্থান ও দুর্নীতি বিরোধী কার্যক্রমের আইনের সাথে সঙ্গতিপূর্ণ তা প্রমাণিত হতে হবে, (ক্ষণস্থায়ী ভাবে) স্বদেশের নাগরিক ও বিশ্বের কাছে।
26থাম্বনেইল ছবি জিমি২৭০-এর ফ্লিকার পাতা থেকে ব্যবহার করা হয়েছে। Email缩图来自Flickr用户jim270
27লিখেছেনMong Palatino অনুবাদ করেছেন বিজয়校对:Soup