Sentence alignment for gv-ben-20081108-1390.xml (html) - gv-zhs-20081110-1484.xml (html)

#benzhs
1নেপালী সেনার সাথে গেরিলাদের অঙ্গীভূতকরন নিয়ে বিতর্ক尼泊尔:收编游击队争议仍在
2দাশাইন আর তিহার উৎসব পালনের জন্য বিরতি নেয়ার পরে, নেপালের রাজনীতিবিদরা আবার তাদের পুরাতন রাজনৈতিক খেলায় কঠোরভাবে মেতেছে। তারা একে অপরের পিছনে লাগা ও দোষ দেয়া শুরু করেছে দেশের জাতীয় সেনাবাহীনিতে মাওবাদীদের ভূতপূর্ব গেরিলা দলকে কি করে একীভূত করা যায় এই প্রশ্নে।经过庆祝达善节(Dashain)与光明节(Tihar)假期后,尼泊尔政治人物再度重回政治游戏场域,为了是否要让前毛派游击队(或名「人民解放军」)并入政府军,政治人物交相指责。
3এই গেরিলা বাহিনী জনপ্রিয়ভাবে পরিচিত পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নামে।毛派人士目前在制宪会议中占多数,亦领导现任政府,希望将让麾下士兵融入主流社会,而非受联合国尼泊尔部队监管。
4নেপালের জাতীয় সংসদে বেশী আসনধারী এবং বর্তমান সরকারের নেতৃত্বে থাকা মাওবাদী দল চাচ্ছে তাদের ভুতপূর্ব গেরিলা যোদ্ধাদের নেপালে জাতিসংঘের মিশন (ইউএনমএমআইএন) এর নজরদারীতে ক্যাম্পে না রেখে মূলধারার সেনাবাহিনীতে নিয়ে আসতে।
5কিন্তু দেশের অন্য দুটো বড় রাজনৈতিক দলের মনে হচ্ছে না যে এটা সঠিক সিদ্ধান্ত। নেপালী কংগ্রেস সোজাসুজি জানিয়ে দিয়েছে যে তারা মাওবাদীদের এই পরিকল্পনার বিরোধী।但两个主要政党却对此存疑,尼泊尔国大党表明反对毛派方案,尼泊尔共产党认为政府违背先前协议,企图强行通过这项方案;地方型政党则对于如何整合军力各有盘算,但都让外界感到困惑。
6নেপালী কমিউনিস্ট পাটি (সংযুক্ত মার্ক্সিস্ট আর লেনিনিস্ট- ইউএমএল) বলেছে যে সরকার পূর্বের করা চুক্তি ভঙ্গ করছে এই দাবীকে এগিয়ে নিয়ে গিয়ে।博客圈对此事论辩气氛平和,只有极少数人真正显露立场,多数都以旁观角度提供分析与看法。
7বিভিন্ন আঞ্চলিক দল তাদের নিজেদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে যে করে সেনাবাহীনিতে এই গেরিলাদের ঠিকমত অঙ্গীভূতকরন করা যায়। সব মিলিয়ে পরিস্থিতি খুবই গোলমেলে।IRIN指出尼泊尔收编前毛派武装份子时的挑战,以及此事会如何影响政府军的结构与稳定,报导认为此举将造成政府军团结的障碍。
8এই ব্যাপারে ব্লগে বিতর্ক এখনও সংযত পর্যায়ে আছে। খুব কম লোকে এর পক্ষ বা বিপক্ষে বলছে, বেশীরভাগ ব্লগারই সমস্যাটি দূর থেকে দেখে তাদের পর্যবেক্ষন জানাচ্ছে।一名分析家表示:「若将前游击队并入政府军,后者内部可能会出现叛意」,因为双方过去是死对头,也常出现血腥冲突。
9ইরিন নিউজ তুলে ধরেছে যে নেপাল কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ভূতপুর্ব মাওবাদী জঙ্গীদেরকে পুনর্বাসন করতে আর এই প্রক্রিয়া কি করে জাতীয় সেনাবাহিনীর গঠন আর স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে।
10তাদের প্রতিবেদন ইঙ্গিত করে যে এই অঙ্গীভূতকরন জাতীয় সেনাবাহিনীর সংহতির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।Mike Dunham亦提及整合过程中的阻力,尤其尼泊尔国大党公开与私下均曾批评毛派的提议:
11“বিদ্রোহের সম্ভাবনা আছে নেপালী সেনাবাহিনীতে যদি ভূতপুর্ব বিদ্রোহীদের অঙ্গীভূতকরন করা হয়,” এমন একজন বিশ্লেষক বলেছেন যিনি নাম উল্লেখ করতে চান নি।
12পিএলএ গেরিলা যোদ্ধারা আর সেনাবাহিনী কিছুদিন আগেও পরস্পর স্বীকৃত শত্রু ছিল আর তারা প্রায়শ:ই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হত, বলেছেন এই বিশেষজ্ঞ।” অঙ্গীভূতকরন পদক্ষেপ যে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে তা মাইক ডানহামও তুলে ধরেছে।据传国大党领导人兼前总理科伊拉拉(Girija Koirala)利用假期时间在他的老家Biratnagar举行会议,解决与党内另一领导人兼前总理德伍巴(Sher Bahadur Deuba)的异见,国大党内态度分歧,成为影响毛派计划的一大因素。
13তিনি জোর দিচ্ছেন মাওবাদীদের দাবীকে প্রতিহত জন্যে নেপালী কংগ্রেস জনসম্মুখে আর আড়ালে যে পদক্ষেপ নিচ্ছে সেটার উপর:
14“পর্দার আড়ালে গুজব শোনা যায় যে কৈরালা (ভুতপূর্ব প্রধানমন্ত্রী আর নেপালী কংগ্রেস নেতা গিরিজা কৈরালা) তার পুর্বপুরুষের বাড়ী বিরাটনগরে ছুটির সময় কাটিয়েছেন আরেক ভুতপুর্ব প্রধানমন্ত্রী নেপালী কংগ্রেস নেতা শের বাহাদুর দুবের সাথে তার পার্থক্য কমানোর জন্য মিটিং করে।
15নেপালী কংগ্রেসের মধ্যকার বিবাদ মাওবাদীদের লক্ষ হাসিল করতে সাহায্য করেছে।” যদিও বেশীরভাগ ব্লগাররা শুধুমাত্র পর্যবেক্ষক থাকার দিকেই গুরুত্ব দিচ্ছে, কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পক্ষ নিচ্ছে।相较于多数博客以观察者角度看待整件事,也有些人明显表达立场,BlogDai(Dai在尼泊尔文意为「哥哥」)说他「改变心意」,现在支持双方合并,但他并不认为应该完全收编前毛派士兵,而该划下某些标准:
16ব্লগদাই (দাই হচ্ছে বড় ভাইএর নেপালী শব্দ) বলেছে যে তার ‘হ্রদয়ের পরিবর্তন' হয়েছে আর এখন সে সেনাবাহিনীর সাথে অঙ্গীভূতকরনকে সমর্থন করে। কিন্তু এই ব্লগার বলে যে ভুতপুর্ব মাওবাদী যোদ্ধাদের সরাসরি অঙ্গীভূতকরন না করে, কিছু মান আরোপ করা দরকার:我觉得:「让毛派加入政府军!」,让他们脱离森林与乡村,提供薪资、训练与教育,之后严格立法惩处武装团体恐吓民众,整合工作结束后,任何宣称毛派的团体勒索、欺负与胁迫他人皆属非法,因为国家除了政府军,已不再需要这种团体。
17“আমি বলি, ‘তাদেরকে আসতে দাও!' তাদেরকে জঙ্গল আর গ্রাম থেকে বের করে এনে তাদেরকে বেতন, প্রশিক্ষণ আর নিয়মানুবর্তিতা শেখানো দরকার।反观Red Nepal则强烈反对整合,强调「拒绝任何受政治教育训练的军人!」,并质疑前毛派士兵的动机与国家忠诚:
18এর সাথে থাকতে হবে সেই সব সশস্ত্র দলের বিরুদ্ধে কঠোর আইন যারা গ্রামে আতঙ্ক সৃষ্টি করবে।我们怎么能让受过政治教育训练的士兵纳入政府军?
19অঙ্গীভূতকরনের পর নিজেদেরকে মাওবাদী দাবী করে কোন দল কর্তৃক ভীতিপ্রদর্শন, অস্ত্র দিয়ে ভয় দেখানো বা দমননীতি আইন সম্মত ধরা হবে না; যেহেতু এমন কোন দলের প্রযোজন হবেনা- শুধুমাত্র নেপালী সেনাবাহিনী ছাড়া।”
20ব্লগদাইর অন্য প্রান্তে আছে রেড নেপাল যেই ব্লগ কঠোরভাবে অঙ্গীভূতকরনের বিপক্ষে। এই ব্লগার প্রতিবাদ করেছে “রাজনৈতিকভাবে অনৈতিক সেনাদের না বলেন!”他们究竟是对国家负责,还是对毛派的政党利益负责?
21আর সন্দেহ প্রকাশ করেছেন এইসব ভুতপূর্ব গেরিলা যোদ্ধাদের জাতির প্রতি অঙ্গীকার আর স্বার্থের ব্যাপারে:
22“কি করে আপনারা রাজনৈতিকভাবে অনৈতিক সেনাদের রাখবেন জাতীয় সেনাবাহিনী হিসাবে?后者根本难以避免,因为他们过去就接受这种训练。
23তারা কি দায়িত্বসম্পন্ন থাকবে জাতির প্রতি নাকি আরো বেশি সিপিএন মাওবাদীদের দলগত স্বার্থের প্রতি?
24শেষেরটা হতে বাধ্য- তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।”校对:Soup