# | ben | zhs |
---|
1 | সিঙাপুরে সেন্সরশীপ | |
2 | এক মাসের মধ্যে সিঙাপুরের সরকার অন্যতম এক হাঙ্গামার কারণ ঘটায়, যখন তারা প্রাক্তন এক রাজনৈতিক বন্দির উপর তৈরি করা চলচ্চিত্রকে নিষিদ্ধ করে দেয় এবং সিঙাপুরের মৃত্যুদণ্ড প্রদান নিয়ে লেখা এক বইয়ের কারণে এক ব্রিটিশ লেখককে গ্রেফতার করে। | |
3 | ছবি নেওয়া হয়েছে দি অনলাইন সিটিজেন থেকে | 新加坡:言论再度遭到审查 |
4 | ১২ জুলাই ২০১০-এ মিডিয়া ডেভলপমেন্ট অথরিটি ( প্রচার মাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ বা এমডিএ) ঘোষণা দেয়, তারা একটি চলচ্চিত্র নিষিদ্ধ করতে যাচ্ছে (এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৪ জুলাই, ২০১০, থেকে)। | |
5 | এই চলচ্চিত্রে দেখানো হয়েছে ড: লিম হক সিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে বন্দি থাকার অভিজ্ঞতা জনতার সম্মুখে তুলে ধরছে। | 在一个月之内,新加坡政府先禁止有关前政治犯的记录片,后逮捕著书谈论新加坡死刑的英国籍作者,因而引发众怒。 |
6 | এই চলচ্চিত্রের নির্মাতা মার্টিয়েন সি। জনাব. | 照片来自The Online Citizen |
7 | সি-কে বলা হয়েছে, সে যেন ইউটিউব থেকে এই ছবিটি সরিয়ে ফেলে। এই চলচ্চিত্রের প্রতিলিপি বা ট্রান্সক্রিপ্ট এখানে পড়তে পারেন। | 2010年7月12日,政府媒体发展部决定自2010年7月14日起,禁止一部记录片,其中Lim Hock Siew博士公开讲述自己因国内安全法遭囚禁的经验,该片导演Martyn See亦遭要求移除在YouTube网站上的片段,影片内容逐字稿请见此。 |
8 | সিঙাপুরের ব্লগার লাকি টান সত্যকে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন: | 星国博客Lucky Tan要求说出真相: |
9 | এমআইসিএ আসলে যে কথাটি বলার চেষ্টা করছে তা হল তারা এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করেছে কারণ, তারা চায় কেবল সত্যি কথাটি বলা হউক এবং এই চলচ্চিত্রটি আগাগোড়া ভূয়া, মিথ্যা এবং বিকৃত তথ্যে তৈরি। | |
10 | ড: লিম হক সিয়েকে সিঙাপুরে বিনা বিচারে ২০ বছর বন্দি করে রাখা হয়। সে সময়ে পিএপি সরকারের হাতে যথেষ্ট সময় ছিল তার অপরাধের প্রমাণ দেবার এবং সত্যকে তুলে ধরার, যাতে আমরা দেখতে পেতাম আইএসডি কতটা চমৎকার কাজ করেছে, আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য। | 政府声称查禁这部片,是因为希望只呈现真相,而片中充满错误、谎言与扭曲,Lim Hock Siew博士未经审判便遭囚禁20,这段期间,政府大有时间提出证据、说出真相,让我们瞭解政府如何尽心尽力,保护我们远离罪恶,但我们还在等待。 |
11 | এর জন্য আমরা সকলে এখনো অপেক্ষা করে রয়েছি । ছবি জ্যাকব জর্জের | 照片由Jacob Geroge拍摄 |
12 | ১৮ জুলাই , ব্রিটিশ লেখক এ্যালেন শ্যাডরেককে সিঙাপুরের পুলিশ তার হোটেল থেকে গ্রেফতার করে, তার বিরুদ্ধে অভিযোগ “অপরাধমূলক নিন্দা করার”। তার বই ওয়ানস এ জলি হ্যাঙ্গম্যান; সিঙাপুর জাস্টিস ইন এ ডক, যে বইয়ে সিঙাপুরের বিচার পদ্ধতির সমালোচনা করা হয়েছে, সেই বইটি প্রকাশ করা হয়। | 7月18日,英国籍作者Alan Shadrake在旅馆内遭新加坡警方逮捕,罪名是「刑事诽谤」,他的著作《Once a Jolly Hangman: Singapore Justice in the Dock》前一天才刚上市,其中批评星国司法制度,这本书也从新加坡各大书店下架。 |
13 | সিঙাপুরের প্রধান প্রধান সব বইয়ের দোকান থেকে তার বই সরিয়ে ফেলা হয়েছে। | 他遭到羁押两天,「国际特赦组织」与「无疆界记者组织」均要求释放他。 |
14 | তাকে দুদিন আটক রাখা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাকে মুক্ত করে দেবার আহ্বান জানায়। | 新加坡社会政治博客The Online Citizen好奇,为何这位作家的罪名是刑事诽谤: |
15 | সিঙাপুরের সামাজিক-রাজনৈতিক ব্লগ দি অনলাইন সিটিজেন বিস্মিত কেন শ্যাডরেককের বিরুদ্ধে “অপরাধমূলক নিন্দা করার” অভিযোগ আনা হয়েছে: | Alan Shadrake的新书读起来令人不安,或许让执政者极为不安,故以鲜少动用的「刑事诽谤」罪名逮捕他。 |
16 | এ্যালান শ্যাডরেক লিখিত, “ওয়ানস এ জলি হ্যাঙ্গম্যান” বইটি পড়তে গিয়ে অনেকে অস্বচ্ছন্দ বোধ করতে পারে। | Chemical Generation Singapore表示: |
17 | যারা ক্ষমতায় রয়েছে তাদের জন্য এই বইটি এতটা অস্বচ্ছন্দ তৈরি করে যে তারা অনেক দুর্লভ আইনে (ড্রাকোনিয়ান অভিযোগ বা দুর্লভ আইন-এথেন্সের রাজনীতিবীদ ড্রাকোর তৈরি করা আইন) অপরাধমূলক নিন্দার অভিযোগ আনে। | 逮捕这位作家后,焦点已不再只是死刑,还包括我们如何界定何谓外国干预内政,我不在意惩戒收受外国资金及资助的国内政治人物,但纵然这位作家就像Oliver Fricker一样自找麻烦,为了一本著作而逮捕作家,除非出现更夸张的行径,否则我觉得有些过分。 |
18 | সিঙাপুরের একটি ব্লগ কেমিকেল জেনারেশন সিঙাপুর লিখেছে: | 政治运动者Chee Siok Chin指控政府怀有「丑陋秘密」: |
19 | শ্যাডরেককে গ্রেফতারের মধ্যে দিয়ে পুরো বিষয়টিতে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনার গুরুত্ব কমে গিয়ে তা সিঙাপুরে বিদেশী হস্তক্ষেপের পরিমাণ কতটুকু হতে পারে তার উপর এসে দাঁড়িয়েছে। | |
20 | স্থানীয় রাজনীতিবিদদের উপর অভিযান চালানো, তারা যদি বিদেশ অর্থ এবং লজিস্টিক বা নানাবিধ সুবিধা পায় সেক্ষেত্রে কোন অসুবিধা নেই। | 哪个独裁政府会希望自己的「丑陋秘密」在新书中曝光? |
21 | কিন্তু এই অভিযান যদি কোন বিদেশির লেখা বই উদ্বোধন এর বেলায় ঘটে, এমনকি যদি বিদেশী প্রতারক অলিভার ফ্রিকারের ( সিঙাপুরের ট্রেনে লেখার কারণে ফ্রিকার শাস্তি পেয়েছিল) মত হয় এবং এ ধরনের ঘটনার জন্য আহ্বান জানায়, তাহলে তা আমার বইয়ের ক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি, যতক্ষণ না এখানে চক্ষু তা প্রত্যক্ষ করে। | |
22 | রাজনৈতিক একটিভিস্ট, চি সিওক চিন ‘নোংরাভাবে গোপনীয়তা' তৈরির জন্য সরকারকে অভিযুক্ত করেছে: এখন, কোন কর্তৃত্বপরায়ণ শাসকগোষ্ঠী তাদের “নোংরা ক্ষুদ্র রহস্য” এক বইয়ে উন্মুক্ত করে দিতে চায়? | Lim Hock Siew博士在Martyn See拍摄影片中的情况亦然,Martyn See导演当然得依循政府指示,移除在YouTube网站上的影片,毕竟博士讲述的内容,可是他未经审判就遭囚禁19年的经验。 |
23 | এক্ই বিষয়টি ড. লিম হক সিয়ের বক্তৃতার ক্ষেত্রে খাটে, যা কিনা মার্টিয়েন সি ইউটিউবে উঠিয়ে দিয়েছে। | 还是老话一句,哪个高压政 权会希望见到真相,让大家都能得知政府滥权的情节? |
24 | অবশ্যই মার্টিয়েনকে এমডিএ-এর শর্ত পূরণ করতে হয়েছে, যারা তাকে এটি ইউটিউব থেকে নামিয়ে দিতে বলেছিল। | 校对:Soup |
25 | কারণ ড: লিম ১৯ বছর ধরে বিনা বিচারে আইএসডি বা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী কর্তৃক অবৈধভাবে আটকে রাখার বিষয়ে মুখ খুলেছে। | |
26 | আবার বলা উচিত, কোন নিপীড়ক শাসক চাইবে, সত্যি কথাটি বলা হউক, যে সত্যে উপস্থাপিত হয়েছে, শাসক তার ক্ষমতাকে দৃঢ় করতে চায়, যা কিনা এক ভিডিও দৃশ্যে পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে, যে ভিডিও সকলেই দেখতে পারে? | |