# | ben | zhs |
---|
1 | তাজিকিস্থানঃ সম্পদের অবৈধ বন্টন | 塔吉克斯坦:社会财富不均 |
2 | সরকারের আরোপিত সকল বিধি ও প্রবিধান অনুসরণ করে তাজিকিস্থানে কোন লাভজনক ব্যবসা করা একপ্রকার অসম্ভব। | |
3 | লোকজন তিক্ত কৌতুক করে এই বলে যে বড়লোক হবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সরকারী কর্মকর্তা বা তাদের প্রিয়ভাজন হওয়া। হয়তো, এটা সত্যি, যেহেতু তা আপনাকে অনুসন্ধান, প্রতিযোগিতা, সম্ভাব্য বিচার থেকে এড়ানোর “নিরাপত্তা” দিতে পারে - যত উপরের পদ তত বেশী আপনি সুবিধাপ্রাপ্ত হবেন। | 如果在塔吉克斯坦营商而一切循规蹈矩,根本不可能获利,人们常开玩笑地说,最简单的致富方法就是成为政府官员,或者与政府关系良好,或许真能获得某种「豁免权」,不必受检查、竞争与可能的诉讼,位阶越高、特权愈多,对于Avesta通讯社对塔吉克斯坦富人的民调,Neweurasia有所整理: |
4 | নিউইউরেশিয়া তাজিকিস্থানের ধনী মানুষের উপর পরিচালিত অভেস্তা নিউজ এজেন্সীর সমীক্ষার সারসংক্ষেপ তুলে ধরেঃ যদি আপনি তাজিকিস্থানের একজন বিত্তবান হয়ে থাকেন তবে ইহার অর্থ হয় (১) আপনি একজন সরকারী কর্মকর্তা, অথবা (২) আপনি একজন প্রাক্তন সরকারী কর্মকর্তা, অথবা (৩) আপনি এমন একজন ব্যবসায়ী যিনি সরকারী কর প্রদান করে না, অথবা (৪) আপনি বিনোদনজগতের একজন তারকা, অথবা (৫) আপনি একজন ড্রাগ স্মাগলার। | 如果是个塔吉克斯坦的富人,一定具备以下其中某些身份:一、政府官员,二、前政府官员,三、逃税的企业家,四、影视明星,五、毒贩,如果不是政府官员却很有钱,代表他一定有人「在罩」,帮他打点一切。 |
5 | সরকারী কর্মকর্তা না হয়েও যদি আপনি বিত্তবান হয়ে থাকেন, তার অর্থ আপনার রয়েছে কৃশা (মানে মাথার উপরের আশ্রয়বিশেষ, অথবা পৃষ্ঠপোষক - সরকারী কর্মকর্তাদের মধ্য থেকে) | 这则报导指出,就算是娱乐业的明星,也得获得政府官员的非正式背书,尤其来自执法单位或前军阀,neweurasia在另一篇文章提及在塔吉克斯坦营商时: |
6 | রিপোর্টটি দেখিয়েছে - এবং এটা অপেক্ষাকৃত সত্য - এমনকি যে কারো জনপ্রিয় বিনোদন তারকা হবার জন্যও সরকারের অভ্যন্তরের কোন অভিভাবক প্রয়োজন। | 富人的靠山可能是罪犯或政府高官,尤其是来自执法单位或前军阀,不过最好是执政单位人员或政府官员,因为在塔吉克斯坦,罪犯与前军阀的影响力如今没那么大。 |
7 | নিউইউরেশিয়ার আরেকটা পোস্টে তাজিকিস্থানে ব্যবসা বিষয়ে আলোচনা করা হয়েছেঃ | Tojvar谈到[塔吉克斯坦文]「塔吉克斯坦富人榜」: |
8 | আপনার কৃশা সন্ত্রাসী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষত আইনপ্রয়োগকারী সংস্থার কোন সদস্য অথবা প্রাক্তন যোদ্ধা হতে পারে। | 塔吉克斯坦政府官员从不公布他们的财产,宣称唯一收入来源是政府月薪200美元,这点钱在首都根本活不下去,我的问题是:为什么他们会有这么多财富,我却得到俄罗斯当移工? |
9 | আইনপ্রয়োগকারী সংস্থা বা সরকারের কাউকে কৃশা হিসাবে পেলে ভাল - কারণ সন্ত্রাসী বা প্রাক্তন যুদ্ধবাজরা তাজিকিস্থানে তেমন বেশী প্রভাবশালী নয়। “বিত্তবান তাজিকদের লিস্ট” সন্বন্ধে তোজভার মত প্রকাশ করেছেঃ | 持平而论,现在某些人们正享受特权,但当国内政治菁英权力重组时,随时都可能失去一切,无论背后靠山在政府内多具影响力,豁免权与财富都可能不见,上周一名塔吉克斯坦极成功的生意人Maruf Orifov因贿赂与逃漏税,遭最高法院判刑八年半,所有财富充公,首都杜尚别(Dushanbe)最大零售连锁店Orima就在他手中。 |
10 | তাজিকিস্থানের সরকারি কর্মকর্তারা কখনও তাদের সম্পদের বিবরণী প্রকাশ করেন না এবং দাবী করেন যে তারা তাদের সরকারী মাসিক বেতন যা মাত্র ২০০ ইউএস ডলার, তা দিয়েই জীবন নির্বাহ করে থাকেন; যদিও রাজধানী শহরে বসবাস করার জন্য এই অর্থ যথোপযুক্ত নয়। আমার প্রশ্ন হচ্ছে, কেন তাদের এত সম্পদ রয়েছে, যেখানে আমাকে একজন শ্রমিক হয়ে রাশিয়াতে অভিবাসী হতে হয়? | Tajikistan Journal博客的John Musarra描述他在Orima的购物经验,Ravshan认为[俄文]最高法院的判决太过严厉,将对国内投资风气造成负面影响,许多塔吉克斯坦民众都怀疑审判是场突袭,目的是要抢夺他人有利可图的事业,Tajeconomy也认同[俄文]这项看法: |
11 | সত্যিকার অর্থে, এটা স্বীকার কর জরুরী যে, যারা সাময়িক সুবিধা প্রাপ্ত হয় তারা সবসময় সম্ভ্রান্তদের মধ্যে সম্পদের পুনঃবন্টনের নতুন জাগরণে সময় ব্যবসা হারানোর ঝুঁকি বহন করে; সরকারের কাঠামোর মধ্যে আপনার পৃষ্ঠপোষক যতই প্রভাবশালী হোক না কেন তাতে কিছু যায় আসে না, আপনি আপনার নিরাপত্তা এবং সম্পত্তি উভয়ই হারাতে পারেন। | |
12 | গতসপ্তাহে ঘুষ ও কর ফাঁকির অপরাধে মারুফ ওরিফভ নামীয় অত্যন্ত সফল একজন তাজিক ব্যবসায়ীকে সুপ্রিম কোর্ট সাড়ে আট বৎসর কারাভোগের শাস্তিসহ তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়ার রায় দিয়েছে। | |
13 | দুশাবনের বৃহৎ রিটেইল চেইন “ওরিমা”র তিনি স্বত্ত্বাধিকারী। | 最大的阴谋是,谁是将Orima连锁店划为私有? |
14 | তাজিকিস্থান জার্নালে জন মুসারা ওরিমাতে তার বাজার করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, অন্যদিকে রাভসান মনে করে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাড়াবাড়িরকমের হয়ে গেছে এবং দেশের বিনিয়োগ পরিবেশের উপর তা নেতিবাচক প্রভাব ফেলবে। | |
15 | যাইহোক না কেন, তাজিকিস্থানের অনেকে সন্দেহ করে যে এই বিচার একজনের আকর্ষণীয় ব্যবসা হাতিয়ে নেবার ষড়যন্ত্রমূলক আক্রমণ ছাড়া কিছু নয়। তাজইকোনমি এই অভিমত প্রকাশ করে বর্ণনা করেছেঃ | 如果审判只是场为抢夺连锁店的假戏,下一位老板(或背后的靠山)就可能是审判背后的主谋,若实情的确如此,又是谁有权力与资源操控执法单位呢? |
16 | মূল ষড়যন্ত্র এখানে - কে ওরিমার মালিকানা নিতে যাচ্ছে? | 校对:Portnoy |
17 | ব্যবসা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে যদি বিচারটা সাজানো হয়ে থাকে তবে এর পরবর্তী মালিককে (অথবা মালিকের পৃষ্ঠপোষককে) ধরা যাবে প্রধান পরিকল্পক হিসাবে। | |
18 | যদি বিচার ব্যবস্থা আসলেই সাজানো হয়ে থাকে, আইন প্রয়োগকারী সংস্থাকে প্রভাবিত করার মত পর্যাপ্ত শক্তি ও সম্পদ আর কার থাকতে পারে? | |