# | ben | zhs |
---|
1 | রুশ আইনজীবী বলছে জাতিগত দাঙ্গার ঘটনায় এক ব্যক্তির লেখা প্রতিক্রিয়া ছিল বর্ণবাদী | 检察官判定一名俄国男子的网络留言为仇恨性言论 |
2 | ১৩ অক্টোবর, ২০১৩-এ বিরুইয়ুলোয়োভাতে দাঙ্গা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে চলা সংঘর্ষ। | 2013年10月13日镇暴警察与示威者于Biryuluovo发生冲突。( |
3 | ইউটিউব। | 撷自YouTube) |
4 | ঠিক এক বছরেরও আগে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় ভিকোনটাকটে নামক সাইটে কোনসটানটিন সানকোভ এক মন্তব্য করেছিলেন, আপাত দৃষ্টিতে যেটিকে বর্ণবাদী মনে হতে পারে। | 一年多前,Konstantin Sankov在俄国最受欢迎的社交网站Vkontakte张贴被认为带有种族歧视的留言。 |
5 | এই সপ্তাহে তার সেই মন্তব্যের জন্য তাকে মূল্য দিতে হতে পারে। | 本周他可能必须为此付出代价。 |
6 | অক্টোবর, ২০১৩-এ জাতিগত ভাবে রুশ এমন এক ব্যক্তির খুনের ঘটনায় মস্কোর শহরতলী বিরুইয়ুলোয়োভা দাঙ্গা ছড়িয়ে পড়ে, অভিযোগ উঠেছিল যে আজারবাইজানী এক হামলাকারীর হাতে সে নিহত হয়েছে। | 2013年10月,莫斯科郊区的Biryulyovo爆发暴动,起因于一名俄罗斯男子遭谋杀,据称攻击者为来自阿塞拜疆的移民。 |
7 | জাতিতে রুশ এবং সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা কনসটানটিন সে সময় এই ঘটনার প্রেক্ষিতে অনলাইনে মন্তব্য করেছিল। | 居住在圣彼得堡的俄罗斯人Konstantin Sankov,在网络上评论该起事件,遭有关当局发现其言词带有仇恨性。 |
8 | এই মন্তব্যে সে এমন ভাষা ব্যবহার করেছিল, কর্তৃপক্ষ যেটি ঘৃণাসূচক মনে করছে। | 自当初张贴留言迄今逾一年的时间,Sankov的案件终于进入诉讼程序。 |
9 | এই মন্তব্য পোস্ট করার এক বছর পর, অবশেষে এর জনা তাকে মামলার মুখোমুখি হতে হচ্ছে। | 媒体或有关当局并未就Sankov的留言原文有所报导或评论,且该原文在Vkontakte网站上已无法存取。 |
10 | এই বিষয়ের মন্তব্য করতে গিয়ে প্রচার মাধ্যম কিংবা কর্তৃপক্ষ কেউ সানোকভের মূল লেখাটির বিষয়ে কোন সংবাদ প্রদান করেনি, আর এখন এই লেখাটি ভিকোনটাকটেও পাওয়া যাচ্ছে না | 圣彼得堡地区检察官表示,Sankov的言词属仇恨性言论,系被具争议性的俄罗斯联邦刑法第282条所禁止。 |
11 | সেন্ট পিটার্সবার্গের সরকারি আইনজীবী বলছেন সানকোভের ভাষা ছিল বিদ্বেষ মূলক, যা বিতর্কিত অধ্যাদেশ ২৮২ অনুসারে নিষিদ্ধ করা হয়েছে। | 来自俄国的跨政治立场、人权运动人士及新纳粹党人都指控警方任意依据第282条规定执法,箝制言论自由,尤其当此事件发生在网络上。 |
12 | রাজনৈতিক অঙ্গনের রুশ বাসিন্দা,মানবাধিকার কর্মী এবং নব্য নাৎসি ও এই ধরনের দল পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা বাকস্বাধীনতা রুদ্ধ করার অভিপ্রায় ইচ্ছেমত জোরপূর্বক ২৮২ নাম্বার অধ্যাদেশের প্রয়োগ করছে, বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে তারা এই ঘটনা ঘটাচ্ছে। | Sankov被指控「煽动恶意行动与以国家身分、语言、发源或领土划分的族群对立。」 |
13 | সানকোভের বিরুদ্ধে, “বিশেষ জাতীয় পরিচয়, ভাষা, বংশোদ্ভুত জাতি অথবা অঞ্চল দ্বারা সংজ্ঞায়িত একদল ব্যক্তির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা আহ্বান জানানোর” অভিযোগ আনা হয়েছে। | 若Sankov被判有罪,可能面临长达5年的刑期。 |
14 | তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হতে পারে। | 州检察官表示,Sankov的留言伴随于他发布在Vkontakte网站的一则影片连结。 |
15 | সরকারি আইনজীবী বলছেন যে সানকোভের মন্তব্যের সাথে একটি ভিডিও লিঙ্ক যুক্ত করে তা ভিকোনটাকটে প্রকাশ করেছিল। | 该影片撷取自某个电视节目,而该节目聚焦报导引发Biryulyovo暴动的谋杀案件。 |
16 | যে হত্যাকাণ্ডের ঘটনায় বিরুইয়ুলোইয়োভোয় দাঙ্গা ছড়িয়ে পড়ে এই ভিডিওটি ছিল সেই ঘটনার বিষয়ে ভিত্তি করে তৈরী করা একটি টিভি প্রোগ্রামের সারসংক্ষেপ। | 地区检察官于本案的新闻稿甚至表示,当Sankov上传该影片时,是「被虚伪的正义感所引导」。 |
17 | এই ঘটনায় সরকারি আইনজীবীর সংবাদ বিজ্ঞপ্তি এতদূর পর্যন্ত যায় যে তিনি অভিহিত করেন ভিডিও আপলোড করার সময় সানকোভ “বিভ্রান্তিকর ন্যায়ের অনুভূতি দ্বারা পরিচালিত হয়েছিল”। | 译者:Huang Ching-tung 校对:Fen |