Sentence alignment for gv-ben-20080710-1052.xml (html) - gv-zhs-20080711-1195.xml (html)

#benzhs
1গ্লোবাল ভয়েসেস ইটালিয়ান ভাষায় শুরু হয়েছে!全球之声意大利文版登场!
2আমাদের অনেক শুভাকাঙ্খী এই বিশাল সংবাদটি হাঙ্গেরীর বুদাপেস্টে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ এর দ্বিতীয় দিনে প্রদত্ত ঘোষণার সময়ই শুনেছেন।
3সেই দিন আমরা অফিশিয়ালি আরও তিনটি লিন্গুয়া সাইট উদ্বোধন করেছি: হিন্দি, ম্যাসেডোনিয়ান এবং আলবেনিয়ান। এবং আমাদের সবচেয়ে নবীন সাইটটি হচ্ছে “ইটালিয়ান ভাষায় গ্লোবাল ভয়েসেস“!许多全球之声的老朋友或许都已知道,我们在匈牙利布达佩斯全球之声公民媒体高峰会第二天时,便宣布一项大消息,我们除了再度正式推出三个全球之声翻译计划,包括北印度文版、马其顿文版和阿尔巴尼亚文版,也隆重向各位介绍最新成员:全球之声意大利文版!
4লিন্গুয়া এবং বহুভাষাভাষী ওয়েব সংক্রান্ত এক সামিট সেশনের সময় এলেওনরা পান্তো ইটালীয়ান টীমকে সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং সময় স্বল্পতার জন্যে খুব ছোট করে একটি বক্তৃতা দেন।
5তাই আমি এখন বিস্তারিত ভাবে ইটালিয়ান লিন্গুয়ার তিনজন সহব্যাবস্থাপককে অভিবাদন জানাচ্ছি ও আপনাদের কাছে পরিচয় করাচ্ছি।
6গ্লোবাল ভয়েসেস ইটালিয়ান এর উদ্দ্যোক্তা বের্নার্ডো পারেল্লা একজন ইটালীয় ফ্রিল্যান্স সাংবাদিক, অনুবাদক এবং একটিভিস্ট যিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
7তিনি বিভিন্ন ইটালীয় প্রচার মাধ্যমের জন্যে ডিজিটাল সংস্কৃতি বিষয়ে লিখে থাকেন এবং বিভিন্ন তৃণমূল সংগঠনের সাথে জড়িত আছেন।
8তার উল্লেখযোগ্য অনুবাদের মধ্যে রয়েছে টার্কল, নর্মান, লেসিগ, স্টলম্যান এবং জেনকিন্সের বই।
9এলেওনোরা পান্তো টোরিনোতে একটি গবেষণা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক জ্ঞান ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং ১৯৯২ সাল থেকেই আইসিটি এবং শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলোতে জড়িত।
10তার উল্লেখযোগ্য কর্মের মধ্যে রয়েছে শিক্ষা এবং কাজের পরিবেশে আইসিটির প্রভাব সংক্রান্ত বই ও গবেষণাপত্র লেখা।
11তিনি শিক্ষার উন্মুক্ত রিসোর্সকে এগিয়ে নিয়ে যাবার কাজে নিয়োজিত এবং তিনি আগ্রহের সাথে ইটালীয়ান ভাষায় গ্লোবাল ভয়েসেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারন তিনি মনে করেন এটি স্থানীয় প্রচার মাধ্যম (অধিকাংশ ক্ষেত্রেই পক্ষপাতিত্বমূলক)গুলোকে পূনরুজ্জীবিত করবে।
12লুসি মারি ডরিওন মেনগজ্জি একজন কানাডিয়ান ফ্রিল্যান্স অনুবাদক যিনি এখন তুসকানী (ইটালী) অন্চলে অবস্থান করছেন। তিনি ইংরেজী ওবং ফরাসী ভাষা শেখান।在高峰会有关翻译计划与多语互联网世界的场次中,由于时间有限,意大利文版代表Eleonora Pantò只有短暂介绍,因此笔者在此,再度向各位介绍全球之声意大利文版三位共同主持人,并欢迎他们加入。
13তিনি বর্তমান কালের ই-প্রযুক্তিগুলো যেমন অডিও এবং ভিডিও পডকাস্ট, কিংবা ব্লগ এবং ইন্সট্যান্ট মেসেজিং প্রভৃতি ব্যবহার করে তার ছাত্র-ছাত্রীদের (ছোট এবং বড়) শেখান।
14তিনি আরও বিশ্বাস করেন যে ওয়েব নির্ভর শিক্ষাসরন্জাম ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের অনেক শিক্ষার উপকরনের সাথে পরিচয় করিয়ে দেয়া যায়। তবে এটি এখনও অপ্রচলিত এবং সবাই ব্যবহার করে না।Bernardo Parrella是意大利文版最早发起者,也是位翻译与社会运动人士,现居于美国,为多家意大利媒体报导数字文化议题,也参与多项社会基层计划,他的译作众多,包括Turkle、Norman、Lessig、Stallman、Jenkins等人的作品。
15সম্প্রতি হার্ভার্ডের বার্কম্যান সেন্টারের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে বের্নার্ডো বেশ কয়েকজনের সাথে আলাপ করে বোঝাতে সক্ষম হন যে গ্লোবাল ভয়েসেস এর সিটিজেন মিডিয়া মডেলটি কেন ইটালীতে ছড়িয়ে দেয়া প্রয়োজন।
16সেই সময় গ্লোবাল ভয়েসেস ওর লিন্গুয়া অনুবাদ দল ১৪টি ভাষায় অনুবাদ করছিল যার মধ্যে ইটালিয়ান ছিল না। বের্নার্ডো আমার সাথে যোগাযোগ করেন এবং এই প্রকল্পের সমন্বায়ক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।Eleonora Pantò现居意大利杜林(Torino),为研究组织CSP担任知识社群主任,自1992年接触资通讯科技与教育相关计划,也针对资通讯科技对教育与工作环境的整体影响,出版多本书籍和文章,她积极推广「开放教育资源」(Open Education Resources),也大力支持全球之声计划在意大利发展,希望刺激立场常过度偏颇的当地媒体现况。
17তিনি জানতে পারেন যে লুসিও (ফ্রেন্চ লিন্গুয়ায় অনুবাদ করছিলেন আগে থেকেই) ইটালিয়ান লিন্গুয়া প্রকল্প শুরু করতে আগ্রহী। ইটালীয়ান লিন্গুয়া দল পরীক্ষামূলকভাবে শুরু করে প্রায় একমাস আগে এবং ইতিমধ্যে তারা স্থানীয় প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়।Lucie Marie Dorion Mengozzi是加拿大自由译者,现居于托斯卡尼(Tuscany)教授英语和法语,希望学生不分老幼,都能尽量利用互联网学习工具,从互联网影音播放、实时通讯至博客等,她深信若将互联网素材融入学习过程,不仅可提供多样的研究与一般性内容,也能够稍微不同于主流、不同于一般。
18তাদের এখন প্রায় ১২জন অনুবাদক (স্বেচ্ছাসেবী) রয়েছে যারা প্রতিদিন প্রায় দুটি করে পোস্ট অনুবাদ করছে।Bernardo出席哈佛大学柏克曼中心十周年会议时,与多位人士论及散播全球之声公民媒体与新闻模式的重要性,也包括在意大利,当时全球之声翻译计划已涵盖14种语言,但没有意大利文,Bernardo随后与笔者联络,毛遂自荐担任意大利文版主持人,之后发现原已参与全球之声法文版的Lucie,原来也在寻找伙伴成立意大利文版。
19ইটালিয়ান টীম এর গভীর আশা রয়েছে যে একটি গতিশীল এবং উজ্জীবিত অনুবাদকের দল গড়ে তুলতে (সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি ইটালীয়ান পাঠকদের লক্ষ্য করে) এবং গ্লোবাল ভয়েসেস এর অন্যান্য লিন্গুয়া সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তারা।
20আসুন আমরা গ্লোবাল ভয়েসেস এর ইটালীয়ান টীমকে স্বাগত জানাই। এবং ইটালীয়ান পাঠকদের জানাই “চাও”।全球之声意大利文版团队约在一个月前组成,不仅吸引社会目光,也获得媒体报导,目前约有12位翻译,每日至少刊登两篇新译文,他们希望借着全球之声的基础,发展出更具活力的社群,也锁定散居世界各地的意大利人,更与所有全球之声成员建立积极往来。
21আপনারা বর্তমানের ১৫টি ভাষার লিন্গুয়া প্রকল্পগুলি সম্পর্কে আরও জানতে পারবেন এখানে।在此热烈欢迎全球之声意大利文版加入,一起用Ciao和他们打招呼!
22আমরা সব সময়ই নতুন স্বেচ্ছাসেবী অনুবাদক খুঁজছি। আমাদের সাথে যোগ দিন!在此有更多关于全球之声翻译计划15个版本的讯息,志工永远不嫌多,欢迎加入我们!