Sentence alignment for gv-ben-20110827-19655.xml (html) - gv-zhs-20110828-9716.xml (html)

#benzhs
1ডেনমার্ক: অবশেষে প্রধানমন্ত্রীর নির্বাচনের ঘোষণা丹麦:国会大选终将举行
2শেষ পর্যন্ত আজ (২৬শে আগস্ট) ড্যানিশ প্রধানমন্ত্রী লারস লক রাসমুসেন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে ড্যানিশদের উৎকণ্ঠা থেকে মুক্তি দিয়েছেন।
3এই শুভ দিনটি হল সপ্তাহ তিনেক পরে, ১৫ সেপ্টেম্বর। এই ঘোষণা অনেকের কাছে স্বস্তির ব্যাপার ছিল।8月26日,丹麦总理拉斯穆森(Lars Løkke Rasmussen)终于公开表态,决定举办国会大选,将于三周后在9月15日投票。
4ইতোমধ্যে, গুজব ছড়িয়েছে যে, নির্বাচন সন্নিকটে, এমনকি, কিছু ড্যানিশ মাধ্যম ধারণাও করেছিল যে, গ্রীষ্মের ছুটির পূর্বেই নির্বাচন হতে পারে (ড্যানিশ সংসদ মধ্য জুন থেকে অক্টোবরের প্রথম মঙ্গলবার পর্যন্ত সরকারি ছুটিতে থাকে)।
5গত সপ্তাহে এই ঘোষণার আগে নির্বাচন দিনক্ষণ নিয়ে অস্থিরতা দেখা গিয়েছে এবং ড্যানিশ নাগরিকগণ অনলাইনে হাস্যকর মন্তব্যের মাধ্যমে মতামত দিয়েছে। আর কখনও নির্বাচন হবে না消息一出,许多人都放下心中一块大石,早在今年春天,坊间便有传言指称选举将至,丹麦部分媒体甚至预言,选举日将定在暑假之前(丹麦国会于6月中至10月第一个星期二休会);正式选举日期公布前一个礼拜,社会气氛相当不安,丹麦民众也在網絡上以幽默表达自己的想法。
6কয়েক সপ্তাহ আগে টাম্বলার (ব্লগ) পাতা ‘আর কখনও নির্বাচন হবে না!'永远、永远都没有选举
7(ড্যানিশ ভাষায়) চালু হয়েছে এবং এখন তা নির্বাচন না হওয়া সম্পর্কে ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন, ছবি ও কথায় পূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে জনপ্রিয় একটি অংশ হল প্রধানমন্ত্রীর নববর্ষের ভাষণের সম্পাদনা: “আমাদের অবশ্যই নির্বাচন হবে।Tumblr网页“永远、永远都没有选举” 几个星期前成立,满是各种恶搞的广告、照片及录音,以讽刺语气声称选举永远不会举行,其中改编总理新年演说的段落颇受欢迎,总理以严肃语气说道:“我们必 须举办选举,这是宪法条文,但我向各位保证…绝对不会发生”。
8সংবিধানে এটি উল্লেখিত রয়েছে। কিন্তু আমি নিশ্চিত… তা কখনো হবে না,” প্রধানমন্ত্রী গম্ভীরভাবে বললেন।这个页面在Facebook网站已获得近3700个“赞”。
9এই টাম্বলার (ব্লগ) পাতা এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৩৭০০ ভক্ত পেয়েছে।“选举按钮”网页截图
10নির্বাচন বোতামের স্ক্রীনশট现任政府于2001年上任,在上次2007年选举中争取三连任成功。
11২০০১ সালে এই সরকার প্রথম এবং ২০০৭ সালে গত নির্বাচনে তৃতীয়বারের মত ক্ষমতায় আসে।