Sentence alignment for gv-ben-20090820-5307.xml (html) - gv-zhs-20090821-3531.xml (html)

#benzhs
1ক্যাম্বোডিয়া: এইডস কলোনি বিভিন্ন মানবাধিকার গ্রুপ ক্যাম্বোডিয়ার সরকারের বিরুদ্ধে কার্যত এক এইডস কলোনি (এইডস আক্রান্ত ব্যক্তিদের বসতি) বসানোর অভিযোগ করেছে।柬埔寨:爱滋殖民地处境堪虑
2সরকার এইচআইভি ও এইডসে আক্রান্ত ৪০টি পরিবারের জন্যে রাজধানী নমপেন থেকে ২৫ কিলোমিটার দূরে এই নতুন বসতি গড়ে দিয়েছে। এই পরিবার গুলো নমপেনের বোরেই কেইলা নামক এলাকা থেকে এসেছে।多个人权团体指控柬埔寨政府成立爱滋病殖民地,将40个爱滋家庭移往首都金边市(Phnom Penh)25公里外的村落。
3সরকারের নগর উন্নয়ন পরিকল্পনার এক অংশ হিসেবে তাদেরকে পুরানো ঘর থেকে উচ্ছেদ করা হয়। এই সমস্ত পরিবার গুলো এখন টুওল সম্বো গ্রামে বাস করছে।这些家庭来自金边的Borei Keila地区,他们为了政府开发计划遭驱逐,现在居住于Tuol Sambo村。
4“এইডস ভিলেজে” নামে পরিচিত হওয়া গ্রামের এই পরিবারগুলো সেখানকার পরিস্থিতি সম্বন্ধে অভিযোগ করছে।这些家庭不断抱怨「爱滋村」里的情况:
5সেখানে অপর্যাপ্ত শৌচাগার ও পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই। এই এলাকাটি এইচআইভি আক্রান্তদের জন্য মোটেও কোন স্বাস্থ্যকর এলাকা নয়, যাদের আলাদা মনোযোগ ও যত্নের প্রয়োজন।村里卫生设备不足,没有足够饮用水,对爱滋病患并不健康,他们需要医护照顾与关心。
6এইচআইভি আক্রান্ত লোকজন যারা এই গ্রামে বাস করছেন তারা বলছেন, এখনো সরকারি ভাবে তারা বাড়ির মালিকানা সংক্রান্ত কাগজ বুঝে পান নি।村里的爱滋居民表示,他们没有获得任何官方所有权,政府亦未提供旧屋补偿。
7একই সাথে তাদের পুরানো ঘর হারানোর কোন সরকারি ক্ষতিপূরণ ও তারা পান নি।Details are Sketchy企图找到需为此激进行为负责的政府单位:
8ডিটেইলস আর স্কেচি এরকম বিশ্রী ভাবে পরিবার গুলোকে স্থানান্তর করানো জন্য যে দায়ী, সেই দায়িত্বশীল কর্তৃপক্ষকে খুঁজে বের করতে চান।
9কে এই সিদ্ধান্তের জন্য দায়ী?谁该为此决定负责?
10প্রচার মাধ্যমকে অবশ্যই তা খুঁজে বের করতে হবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এর জন্য মামলা দায়ের করতে হবে।
11কারণ এটা নিশ্চিত যে এইচআইভি আক্রান্ত ৪০ পরিবারের একজন এইভাবে এক স্থান থেকে সরিয়ে আরেক স্থানে আনার ফলে মারা গেছে। এটা উপেক্ষা জনিত হত্যা, অন্তত যদি তা নয় হয় তা হলে তা পুরোদস্তুর পরিকল্পনা মাফিক এক স্পষ্ট খুন।媒体应找出答案,检察官也应准备起诉,因为这种行为必然会造成病患死亡,这是过失致死,或该说是预谋杀人。
12বিশ্ব নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত এইচআইভি আক্রান্ত লোকেরা বাস করে তার ক্যাম্বোডিয়ার সরকারের কাছে আবেদন জানাচ্ছে এই উচ্ছেদকৃত পরিবার গুলোর সাথে মানবিক বিবেচনায় আচরণ করতে।
13গ্লোবাল হেল্থ এ লেখার সময় এ্যালান্না শাইখ তার প্রতিক্রিয়া জানাচ্ছেন:全球爱滋人网络呼吁柬埔寨政府处理这些家庭面临的人道问题:
14যে সমস্ত লোক এইডসের মধ্যে জীবন যাপন করে তাদের প্রতি কি ধরনের ব্যবহার করা হয়, এই ঘটনাটি আমার কাছে তার এক বাস্তব উদাহরণ, যেন তাদের ছুড়ে ফেলা যায়।
15তারা যে ভাবেই হোক মারা যাবে, এই যুক্তিতে সবাই চলে। কাজেই তাদের ভালোভাবে চিকিৎসা করার কোন দরকার নেই।Alanna Shaikh在Global Health指出:
16কিন্তু যে সমস্ত লোক এইডসে আক্রান্ত হয় তারপরেও তো তারা মানুষ, তাদের অধিকার এবং দক্ষতার কারণে মানবের পূর্ণ জীবন যাপনের যোগ্যতা রাখে। মানুষ যে সুবিধা পায় তার কম কাউকে দেওয়া উচিত নয়।这似乎是将爱滋病患视为免洗产品丢弃的典型例子,这个逻辑认为反正他们都会死,不必好好治疗他们,但爱滋病患也是人类,拥有生存的权利、技能与能力,非人待遇对谁都无利。
17১০০-র বেশি আন্তর্জাতিক ও স্থানীয় গ্রুপ প্রধানমন্ত্রী হুনসেন ও স্বাস্থ্যমন্ত্রী মাম বুনহেংকে লিখেছেন, এই অনুরোধ করে, যে সমস্ত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তাদের আধুনিক ও উন্নত মানের চিকিৎসা প্রদান করতে:
18টুওল সাম্বোর ঘরগুলো সব মিলিয়ে তার আকার, অগ্নি নিরাপত্তা, এবং পয়:নিষ্কাশন ব্যবস্থা হিসেবে যথেষ্ট উন্নত নয়।
19এর বাসিন্দারা এক বাজে ভাবে তৈরি ধাতব বায়ু সরবরাহ ব্যবস্থা যুক্ত ছাদের নিচে বাস করে, যা কিনা দিনের বেলায় আগুনের মতো গরম হয়ে থাকে।
20এই সমস্ত ঘরগুলোয় কোন রান্নাঘর নেই এবং এই বাসাগুলোতে পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই। যার সামনে খোলা শৌচাগার এবং পুরো এলাকায় উচ্ছেদকৃত পরিবারগুলোর জন্য একটি মাত্র কুয়ো রয়েছে।超过百个国内外团体致函总理洪森(Hun Sen)及卫生部长Mam Bunheng,希望部长改善这些家庭的治疗:
21যেখানে নমপেন থেকে উচ্ছেদকৃত অন্য সব গৃহহীন মানুষদের নতুন করে শুরু করা এলাকায় ইটের তৈরি বাড়ি প্রদান করা হয়েছে টুওল সাম্বোর কাছে এক জায়গায়, সেখানে বোরেই কেইলার লোকজনকে ভিন্ন এলাকায় বসতি তৈরি করে দেওয়া হয় কম উন্নত মানের মালা মাল দিয়ে, তাদের আলাদা করা হয় সবুজ টিনের ছাদ ও দেওয়াল দিয়ে।
22এমনকি উচ্ছেদকৃত পরিবারগুলোকে সেখানে বসানোর আগে থেকেই লোকজন এই সবুজ বাসাগুলো দেখিয়ে বলত: “এইডস আক্রান্তদের গ্রাম”। টুওল সাম্বো গ্রামে বাস করার যে ব্যবস্থা, স্বাস্থ্যের জন্য তা ভয়ানক ঝুঁকি তৈরি করতে পারে।Tuol Sambo地区的居住情况在规模、防火安全及卫生方面皆不足,居民挤在通风不良的金属小屋里,在白天犹如烤箱,小屋里既无厨房亦无饮用水,污水道没有加盖,只有公共水井能供这些家庭取用。
23বিশেষ করে যে সমস্ত লোকের শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। যে সমস্ত লোক এইচআইভিতে আক্রান্ত এই স্বাস্থ্য গত ঝুঁকি তাদের জীবনের উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে।金边游民都移居至邻近Tuol Sambo的砖房内,反观来自Borei Keila地区的爱滋家庭居住环境更差,只有绿色铁皮屋可待,早在这些家庭移入之前,地方民众便已称这些铁皮屋为「爱滋村」。
24এর বাসিন্দারা জানাচ্ছে যে দুর্বল বায়ু নিষ্কাশন ব্যবস্থা সম্বলিত ধাতুর এই ছাদ এত ঘন যে, তার ফলে বিকেল বেলা উত্তাপের কারণে লোকজন ঘরে থাকতে পারে না। এতে তাদের এআরভি বা এন্টিরেট্রোভাইরাল চিকিৎসায় ওষুধ প্রয়োগের পরিমাণ কমে আসতে থাকবে।Tuol Sambo村的生活环境带来极大卫生风险,尤其这些人民免疫功能不佳,这些风险可能致命,居民表示,铁皮屋空气流通不佳,室内温度太高,下午几乎待不住,也害怕药品会因高温变质。
25উচ্ছেদকৃত এই সব পরিবার বোরেই কেইলা এলাকা থেকে বিতাড়িত হয়েছে। বোরেই কেইলা এলাকায়ও তাদের বসবাসের অবস্থাও খুব একটা ভালো ছিল না, যেমনটা এই ভিডিও দেখাচ্ছে।这部由licadho上传至The Hub网站的影片中显示,这些家庭原本在Borei Keila地区的住宅情况也不好:
26এটি পোস্ট করেছে লিকাডহো, যা দি হাবেও পোস্ট করা হয়েছে।校对:Soup