# | ben | zhs |
---|
1 | ছবিঃ পাকিস্তানে শিয়াদের প্রতি একাত্মতা নামক প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে | 照片集:巴基斯坦全国各地抗议活动和平收场 |
2 | পাকিস্তানের প্রায় ১০০টির মত শহরে অনুষ্ঠিত হওয়া শিয়াদের সাথে একাত্মতা নামক প্রতিবাদ অবশেষে পরিসমাপ্ত হয়েছে । | 巴基斯坦全国一百多个城市支持什叶派的抗议活动终于结束了。 |
3 | ১০ জানুয়ারি, ২০১৩ তারিখে দক্ষিণ-পশ্চিমের শহর কোয়েটায় সংগঠিত বোমা বিস্ফোরণে নিহত ১০০ জনের বেশী হাজারা শিয়া সম্প্রদায়ের নাগরিক নিহত হবার ঘটনায় এই সমস্ত বিক্ষোভের আয়োজন করা হয়। | 抗议的动机来自2013年一月十日发生在西南部奎达市哈札拉什叶社区,造成超过百人遇害的爆炸事件。 |
4 | এই বোমা হামলার ঘটনা পাকিস্তানের দক্ষিণপশ্চিম বালুচিস্তান প্রদেশের ইতিহাসের এক রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। | 这起爆炸是巴基斯坦西南部俾路支省历史上血腥的一天。 |
5 | নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গ্রুপ লশকর-এ-জংভি এই ঘৃণ্য অপরাধের দায় স্বীকার করেছে। | 非法武装团体强戈维军声称这起恐怖罪行是他们的手笔。 |
6 | এই হামলার পর কোয়েটার হাজারা সম্প্রদায় আলমদার নামক সড়কে সমবেত হয়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করে। | 攻击发生后,奎达哈札拉社区的成员集结至阿拉姆达路,开始和平静坐抗议。 |
7 | ছবিতে দেখা যাচ্ছে তাদের এই অবস্থান ধর্মঘট সংঘঠিত হয় এক শীতল বৃষ্টিপাতের মধ্যে, আর তাদের সাথে ছিল ওই ঘটনায় নিহত তাদের আত্মীয়র কফিন, যা পরে সোশাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে পড়ে, শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদে একাত্ম হওয়ার ঘটনা আগুনের মত দ্রুত পাকিস্তানের সব জায়গায় ছড়িয়ে পড়ে। | 当他们伴着亲人棺木坐在冰冷雨中的照片在社群网站上流传开来,支持他们的和平静坐抗议也如野火燎原般在全国各地展开。 |
8 | পাকিস্তানের সকল সম্প্রদায় এবং আদিবাসী, ইসলামের নামে সন্ত্রাসের প্রতি নিন্দা জানানোর ঘটনায় যোগ দিয়েছে। | 来自各个教派部族的巴基斯坦人,携手谴责打着伊斯兰名义的恐怖活动。 |
9 | কোয়েটার বিক্ষোভকারীদের আলোচনার বিষয় ছিল কেবল একটি: | 奎达的抗议群众只有一个要求: |
10 | ” কোয়েটা শহরকে পাকিস্তানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আনা এবং গভর্নরের শাসনজারির আহ্বান । “ | 让奎达市纳入巴基斯坦军队的控制之下,并采取省长直接统治。 |
11 | এই বিষয়টি সমাধান করতে সরকারের চারদিন লেগে যায়; অবশেষে যা সঙ্কেত প্রদান করে চারদিন ধরে চলা এই অবস্থান ধর্মঘটের ইতি ঘটতে যাচ্ছে। | 政府花了四天处理这些事务,尔后长达四天的和平静坐总算告一段落。 |
12 | সর্বোপরি, নিহতদের আত্মীয়রা যতক্ষণ না তাদের দাবী পূরণ হচ্ছে, ততক্ষণ তাদের প্রিয় স্বজনদের লাশ দাফন করতে অস্বীকার করে। | 死者家属在要求得到回应前拒绝将亲人遗体下葬,如今遇难者终于可以入土为安。 |
13 | যেহেতু বিক্ষোভের ইতি টানা হয়েছে, তাই নিহতদের এখন দাফন করা হবে। | 巴基斯坦全国各地的民众纷纷发起静坐活动,抗议场地包括主要铁路路线和高速公路。 |
14 | সারা পাকিস্তান জুড়ে নাগরিকরা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছিল। | 据报导,登记有案的静坐活动在超过一百个城镇举行,甚至在入夜后气温仅有零下十四度的锡卡都也有民众参与静坐。 |
15 | মুলত প্রধান রেললাইন এবং সড়ক পথে এই সমস্ত অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়েছিল। | 他们的目的很单纯: |
16 | সংবাদে অনুসারে পাকিস্তানের ১০০-এর বেশী শহর এবং মফস্বল শহর জুড়ে এই আয়োজন করা হয়। | 接受奎达抗议群众的要求。 |
17 | খুরদা নামক শহরেও অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়, যেখানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে। | 以下是巴基斯坦主要城市的抗议活动照片: |
18 | এর লক্ষ্য ছিল খুব সাধারণ: | 喀拉蚩 |
19 | কোয়েটার বিক্ষোভকারীদের দাবী মেনে নেওয়া। | 人民党总部前抗议杀害什叶派民众的人群。 |
20 | নীচে পাকিস্তানের কয়েকটি প্রধান শহরে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি প্রদান করা হল: | 来源:@ArsalanMKhan |
21 | শিয়া হত্যার বিরুদ্ধে বিলাওয়াল হাউজের সামনে বিক্ষোভ । | 人民党总部前抗议杀害什叶派民众的人群。 |
22 | সুত্র @আরসালানএমখান | 照片经授权使用。 |
23 | শিয়া হত্যার বিরুদ্ধে বিলাওয়াল হাউজের সামনে বিক্ষোভ। কপিরাইটস: ফেসবুকের সাইয়েদ সাবিহ আব্বাস রিজভির. | 版权:Facebook\Syed Sabih Abbass Rizvi。 |
24 | অনুমতির মাধ্যমে প্রকাশ | 喀拉蚩媒体俱乐部前的抗议活动。 |
25 | করাচী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ। | 来源:@faisalkapadia |
26 | ছবির উৎস: @ফয়সাল্কাপাডিয়া | 努马伊什丘朗吉附近的抗议活动中的孩童。 |
27 | শিয়া বিক্ষোভের প্রতি একাত্মতার সময় নুমাইশ চৌরঙ্গিতে একটি শিশু। | 来源:@arifaBatool |
28 | সুত্র: @আররিফাবাতুলl | 海得拉巴快速道路旁的抗议活动。 |
29 | হায়দ্রাবাদের বাইপাসের নিকট অনুষ্ঠিত বিক্ষোভ। | 来源:@ImZeesh |
30 | সুত্র: @আইএমজিশ | 拉合尔的#WeAreAllHazara抗议活动。 |
31 | লাহোরে অনুষ্ঠিত #উইআরঅলহাজারা বিক্ষোভ। | 时间:凌晨两点。 |
32 | সময় দুপুর ২. | 来源:@XumarShirazi |
33 | ০০ টা। | 拉合尔省长办公室前的抗议活动。 |
34 | সুত্র: @খুমারসিরাজ | 时间:晚上十一点半。 |
35 | লাহোরের গর্ভনর ভবনের সামনে বিক্ষোভ। | 来源:Qurrat-ul -in Haider (@mojesma) |
36 | সময়: সকাল ১১. | 一名年轻什叶派少女请求“逊尼派的兄弟”加入抗议活动。 |
37 | ৩০ মিনিট। | 来源:@annyzaidi |
38 | সুত্র:হায়দারের কোররাত উল (@মোজেসমা) | 彻夜静坐的群众。 |
39 | এক শিয়া বালিকা তার “সুন্নি ভাইকে” বিক্ষোভে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। | 来源:FaceBook\Taimour Mubashar |
40 | সুত্র: @এ্যানিজায়িদি | 和平静坐的女性和儿童。 |
41 | সারা রাত ধরে চলা অবস্থান ধর্মঘট। | 来源:@Zulfi25 |
42 | সুত্র: ফেসবুকের তৈমুর মুবাশ্বর | 民众努力底御寒冷。 |
43 | এক শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে নারী এবং শিশু। | 来源:@Mehr_Shah |
44 | সুত্র: @জুলফি২৫ | 参加抗议活动的小孩。 |
45 | ঠাণ্ডা আবহাওয়ার সাথে লড়াই করার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। | 来源:@Khushal |
46 | সুত্র: @মেহের_শাহ | 白沙瓦静坐活动。 |
47 | বিক্ষোভে অংশগ্রহণকারী এক শিশু:সুত্র @খুশহাল পেশোয়ারের অবস্থান ধর্মঘট। | 来源:Hassan Turi (@spin_ghar) |
48 | সুত্র: হাসান তুরি (@স্পিন_ ঘর) | 在亲人遗体旁静坐的民众。 |
49 | নিজেদের প্রিয় আত্মীয়র লাশ নিয়ে নাগরিকরা সেখানে অবস্থান ধর্মঘট শুরু করে। | 来源:Humayoun Behzad (@behzadjee) |
50 | সুত্র: হুমায়ুন বেহজাদ (@বেহজাদজি) | 哈札拉发展党(HDP)在奎达举行绝食抗议。 |
51 | কোয়েটায় হাজারা ডেভলপমেন্ট পার্টি (এইচডিপি) আয়োজিত অনশন ধর্মঘট। | 来源:Humayoun Behzad (@behzadjee) |
52 | সুত্র: হুমায়ুন বেহজাদ (@বেহজাদজি ) | 坚持静坐的民众。 |
53 | নাগরিকরা অনড় হয়ে বসে আছে। | 奎达入夜后气温低于零度。 |
54 | কোয়েটায় রাতের বেলা তাপমাত্রা শুন্য ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে অবস্থান করছে। সুত্র: হুমায়ুন বেহজাদ (@বেহজাদজি ) | 来源:Humayoun Behzad (@behzadjee) |