# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: টুইটারের মাধ্যমে ভোটাররা তাদের অকার্যকর ভোট শেয়ার করছে | 墨西哥:Twitter上的无效票综览 |
2 | মেক্সিকোর টুইটার ব্যবহারকারীরা তাদের দেশের রাজনৈতিক পদ্ধতির প্রতি অনাস্থা প্রদর্শন করেছে এক অকার্যকর ভোট প্রচারণা যা জুলাইয়ের পাঁচ তারিখের নির্বাচনে অনুষ্ঠিত হয়। | 墨西哥Twitter用户为表达对政治情况不满,参加7月5日选举的无效票运动,他们带着手机与相机前往投票所,将无效票记录下来,原本投票内容应属秘密,但部分民众选择透过网络公开他们的抗议票。 |
3 | | 虽然《Milenio》报纸曾警告[西班牙文],为防止舞弊,选票摄影在墨西哥属联邦罪行,但仍有各种「创意选票」加上#votomx与#anulArte(结合「无效」与「艺术」)标签在网络流传,如果到Twitter相关照片服务Twitcaps上,就能看到最多无效票记录:有些选票上划了大叉、贴上Twitter网站出错时的鲸鱼图像、在选票上支持Busen[西文]博客推荐的讽刺候选人Dr. |
4 | তারা তাদের ভোট অনুসরন করে, ভোট গ্রহন কেন্দ্রে তারা মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে আসে এবং তাদের অকার্যকর বা নিষ্ফলা ভোটের ছবি তুলে রাখে। | Mono,有些选票画上阳具与脏话,甚至是用蜡笔画上莎士比亚的肖像。 |
5 | ভোটের গোপনীয়তা তারা ভঙ্গ করে নিজের পছন্দকে প্রদর্শন করে। মেক্সিকোর কিছু নাগরিক ব্যালট বা ভোট নিয়ে তাদের প্রতিবাদ ওয়েবের মাধ্যমে প্রর্দশন করছে। | Priscilliana使用Twitter的鲸鱼图像贴在选票上,同意其他人认为「整个制度就是场大失败」: |
6 | যদিও ভোট চুরি রোধ করার জন্য ভোটের ছবি তোলা কেন্দ্রিয় আইনে অপরাধ তবে, যেমনটা মেক্সিকোর সংবাদপত্র মিলেনিও সতর্ক করে দেন [স্প্যানিশ ভাষায়] “সৃষ্টিশীল” ব্যালট জনসাধারনের সামনে প্রর্দশন করা হয় #ভোটোএমএক্স ও #এ্যনুয়ালআর্ট সংযুক্ত করা মাধ্যমে (শব্দ নিয়ে খেলা ‘অকার্যকর' ও ‘সৃষ্টিশীল') যাহোক, টুইটক্যাপে এমন এক সেবা রয়েছে যা টুইটারে ছবি প্রকাশ করতে সাহায্য করে মাইক্রো ফরমিং লিংক প্রদান করে- যেখানে অকার্যকর ভোটের জন্য তৈরী করা শিল্পকর্ম পরিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য হবে: ব্যালট বা ভোটার তালিকা থেকে সব বাদ হয়েছে, টুইটার প্রতীক ফেইলহোয়েল, ড: মোনোর ব্যাঙ্গাত্বক প্রচারণার সমর্থনে ব্যালট তৈরী হচ্ছে ছে যে প্রচারণা চালাচ্ছে দি বুনেসন ব্লগ[স্প্যানিশ ভাষায়], বেশ কিছু পুরুষ যৌনাঙ্গের অশ্লীল ছবি এবং অভিশপ্ত শব্দ আঁকা হয়েছে, এমনকি শেক্সপিয়ারের কল্পনাও ক্রেয়নের তুলিতে হিজিবিজি রেখায় তুলে আনা হয়েছে। | |
7 | প্রিসিলিয়ানা বিখ্যাত টুইটার পবিত্র প্র্রতীক ফেইলহোয়েলকে [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে ব্যবহার করেছেন। | 图片来自http://twitpic.com/9el5l |
8 | তিনি জানাচ্ছেন যে অন্য ব্যবহারকারী একে “এই পদ্ধতির এক বিশাল ব্যর্থতা ” বলে উল্লেখ করেছেন: Image taken from http://twitpic.com/9el5l | Hernandezz投票[西文]支持网络漫画里[西文],用来反讽墨西哥候选人的角度Dr. |
9 | হার্নানদেজ ড: মনোর অনুকুলে ভোট দিয়েছেন [স্প্যানিশ ভাষায়]। | Mono: |
10 | এটি অনলাইনে ধারাবাহিক প্রকাশিত কাটুর্নের এক চরিত্র [স্প্যানিশ ভাষায়] যা মেক্সিকোর রাজনৈতিক প্রার্থীদের অনুকরণের মাধ্যমে বিদ্রুপ করে। | 图片来自http://twitpic.com/9f5ww |
11 | Image taken from http://twitpic.com/9f5ww | 每个人都支持Dr. |
12 | “সকলেই ড:মনোর সাথে!! | Mono(照片也证明我手在抖)。 |
13 | ১ (অথবা প্রমান করুন আমার হাত নড়ছে)” | Hgsantarriga的选票讯息比较直接,画上如同国内游击队的肖像: |
14 | হ্যাগসানটারিগা তার ভোটের মাধ্যমে সরাসারি একটা বার্তা দিয়েছে, তার সাথে এক চরিত্র একে দিয়েছে যা জাপাতিস্তা বিদ্রোহীর সাদৃশ্য এক প্রতীক। | 图片来自http://twitpic.com/9ekc7 |
15 | Image taken from http://twitpic.com/9ekc7 | 革命就此开始。 |
16 | বিপ্লব, এখান থেকে শুরু এই অকার্যকর বা নিষ্ফলা ভোট কার্যক্রম বেশ কয়েকটি জাতীয় সংবাদপত্রে স্থান করে নিয়েছে যেমন মিলেনিও [স্প্যানিশ ভাষায়], এল ইউনিভার্সাল [স্প্যানিশ ভাষায়] , ইয়া রিফর্মা, যেমন নীচের অংশটি প্রকাশ করেছে জোর্ডি ,যা এক কাগজের ভোট, এই কাগজের ভোটটি কেউ একজন তাকে পাঠিয়েছে [স্প্যানিশ ভাষায়] । | 多家全国性报纸都报导无效票运动,例如《Milenio》、《El Universal》及《Reforma》等;Jordi也张贴他人寄来的选票照片,来源不明,但讯息很清楚: |
17 | এর লেখক অজানা কিন্তু তার বার্তাটি খুব দ্রুতই বোঝা যায়। | 图片来自http://twitpic.com/9ex9j |
18 | Image taken from http://twitpic.com/9ex9j | 校对:Soup |