Sentence alignment for gv-ben-20140617-43534.xml (html) - gv-zhs-20140606-13592.xml (html)

#benzhs
1তিব্বতী স্বতন্ত্রতা ও সংস্কৃতিকে প্রশংসা করার জন্য চীনে আরও একজন সঙ্গীত শিল্পী গ্রেফতার歌颂西藏身份与文化 藏人歌手被捕
2কনসার্টে গান গাওয়ার পর তিব্বতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিপে গ্রেফতার হন।知名西藏歌手格白在音乐会演唱后被捕。
3ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট।YouTube截图。
4গত ২৪ মে ২০১৪ তারিখে সিচুয়ান প্রদেশে হাজারও দর্শকের উপস্থিতিতে আয়োজিত কনসার্টে গান পরিবেশনের পর তিব্বতী সঙ্গীত শিল্পী জিপে- কে গ্রেফতার করা হয়।2014年5月24日,西藏歌手格白(Gepe)在四川省一场吸引过千人的音乐会演唱完毕后随即被拘捕。
5তিব্বতী তরূণদের একটি দল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ছিল, ভয়েজ অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী তিব্বতী ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপনের জন্যই এ কনসার্টের আয়োজন করা হয়েছিল।格白是来自西藏安多阿坝县的知名歌手。 2012年,格白在发行一张专辑;内容为抒发与精神领袖分离的痛苦,以及对藏人团聚的强烈渴望,之后格白便消失了好一段时间。
6আমডোর গাবা- তে জিপে একজন জনপ্রিয় গায়ক। গত ২০১২ সালে ধর্মীয় নেতার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা এবং তিব্বতীয়দের একতার বিষয়ে জোরালো অবস্থান জানিয়ে এলবাম প্রকাশের পর তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন।以下是他的作品《我来了》,由Grey Buffalo将藏文歌词译为英文:
7গ্রে বাফেলোর ইংরেজি অনুবাদের সাবটাইটেলে তাঁর একটি গান “আমি আসছি” নিচে দেওয়া হল:格白并非首位被中国当局拘捕的西藏歌手。
8চীনে বিচারের আওতায় আসা গায়কদের মধ্যে জিপে একমাত্র গায়ক নন।自2008年3月拉萨发生暴动后,西藏艺术家便成为政治打压的目标之一。
9২০০৮ সালের মার্চ মাসে লাসার অস্থিতিশীল পরিস্থিতির পর থেকে তিব্বতী শিল্পীরা রাজনৈতিক দমনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।西藏作家及诗人茨仁唯色(Tsering Woeser)形容这轮打压行动「与文革期间的政策如出一辙,只是名义上不同」。
10তিব্বতী লেখক এবং কবি সেরিং ইউজার এ ধরনের ধারাবাহিক বিপর্যয়কে “ ভিন্ন নামে সাংস্কৃতিক বিপ্লবের একই নীতি'' বলে অভিহিত করেছেন।去年12月,赤列才嘎(Trinley Tsekar) 与贡布丹增(Gonpo Tenzin) 因歌颂藏人身份、文化及语言而在比如县被捕。
11গত ডিসেম্বরে থিনলি সেকার এবং গনপো তেনজিং নামে দু'জন দিরু জেলায় গ্রেফতার হন।赤列才嘎因「以音乐煽动藏人反政府情绪」被判刑九年。
12তাঁরা দুজনেই তিব্বতী স্বাতন্ত্র্য, সংস্কৃতি, ভাষা নিয়ে গান গাইতেন।下面是他在YouTube的一首作品:
13“সংগীতের মাধ্যমে সরকার বিরোধী চেতনা তিব্বতী শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার” অপরাধে থিনলিকে নয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ইউ টিউবে প্রাপ্ত তাঁর একটি গান এখানে উপস্থাপন করা হল:2012年4月,西藏知名歌手洛洛 (Lo Lo)在发行新专辑《雪域儿女!
14১০১২ সালের এপ্রিলে “ তুষারের সন্তানেরা তিব্বতের নিশান তোল” শিরোনামে তিব্বতী গায়ক লো লো- এর একটি এলবাম মুক্তি পায়।请升起藏旗》后遭拘禁。
15২০১৩ সালের আগস্ট মাসে এই গায়ককে ছয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়।洛洛最后于2013年8月被判刑6年。
16ইউটিউবে তাঁর একটি গান:以下是他其中一首作品:
17গানে বলা হয়েছে:下面为一部分歌词:
18আমাদের উদ্দেশ্যের অনুভূত বোঝাপড়ার আলোকে তিব্বতের পূর্ণ স্বাধীনতার জন্য তুষার ভূমির আনুগত্য ছড়িয়ে দাও তুষারের তিব্বত সন্তানেরা নিশান তুলে ধর传扬对雪域的坚贞 为了西藏完整独立 认清我们真实的身分 请扬起雪域儿女的旗帜
19“আমার হৃদ ক্ষরণের নিরন্তর প্রবাহ” শিরোনামে ২০১২ সালের মার্চ মাসে গায়ক উজেন তেনজিনের এলবাম বের হওয়ার পরেই তাঁকে অন্তরীণ করা হয় ।2012年3月,西藏流行歌手吾坚丹增(Ugyen Tenzin )在发表新专辑《心血流经》后被扣留。 专辑部分作品是向达赖喇嘛及大宝法王噶玛巴等精神领袖致敬。
20তাঁর কিছু কিছু গান ছিল ধর্মীয় নেতা দালাই লামা এবং কর্মপা কে উৎসর্গীকৃত।以下是专辑的主题曲「心血长流」,英文字幕翻译由「高峰净土」提供:
21“ হাই পিকস পিওর আর্থ” কর্তৃক ইংরেজি সাবটাইটেলকৃত “ হৃদয়ে রক্ত প্রবহমান” শিরোনামের এলবামের মূল গানটি এখানে তুলে ধরা হল:2011年,著名女歌手沃仓拉龙措 (Hortsang Lhalung Tso)与其他西藏知名歌手、音乐家在出席安多桑曲县(即甘南州夏河县)的一个西藏文化活动前被扣留。
22২০১১ সালে সাংচু জেলায় জনপ্রিয় গায়িকা হরটসাং হালুং সো অন্যান্য সঙ্গীত শিল্পী ও যন্ত্রীদের সাথে একটি তিব্বতী অনুষ্ঠানে যোগদানের আগে অন্তরীণ হন।以下是她在YouTube的一首作品: 译者:Celia Ngou
23ইউটিউবে তাঁর একটি গান:校对:Fen