# | ben | zhs |
---|
1 | আমরা গ্লোবাল ভয়েসেস – পাঁচ বছরের অগ্রযাত্রা | 全球之声,五年纪事 |
2 | রাইজিং ভয়েসেসের এর পরিচালক ডেভিড সাসাকি সুন্দর একটি পর্যালোচনামূলক লেখা লিখেছেন গ্লোবাল ভয়েসেস এর পঞ্চম জন্মদিনের জন্য। পাঁচ বছর আগে এই মাসে, ডেভিড আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে হাভার্ড পর্যন্ত গিয়েছিলেন বিশ্ব ব্লগিং এর উপরে একদিনের একটি কর্মশালার জন্য। | 全球之声发声计划负责人David Sasaki撰文回顾全球之声五年发展历程,五年前的12月,David横越美国,从加州前往波士顿哈佛大学,参与有关全球博客的一日工作坊,这场活动就是一段脑力激荡过程,而活动名称即为「全球之声」。 |
3 | এই কর্মশালাটি ছোট একটা চিন্তাভাবনামূলক আলোচনার চেয়ে বেশী কিছু ছিল না - যার নাম দেয়া হয়েছিল ‘ গ্লোবাল ভয়েসেস অনলাইন।“ যে ওয়েবসাইট আজকে আপনারা পড়ছেন তা একটি ব্লগ হিসেবে শুরু হয় যা এথান জুকারম্যান আর আমি এই কর্মশালার জন্যে তৈরি করি। | 各位今日所见的网站,源于我和Ethan Zuckerman筹办工作坊的博客,我们的目标若简而言之,即讨论「如何使用博客工具,才能帮助不同国家人民产生更直接、更有意义的对话」。 |
4 | আমাদের লক্ষ্য, খুব সাধারণ ভাবে বললে ছিল ‘আলোচনার করা' যে “কিভাবে ব্লগিং আর ব্লগের হাতিয়ার ব্যবহার করা যায় বিভিন্ন দেশের মানুষকে সাহায্য করার জন্য যাতে তারা একে অপরের সাথে আরো অর্থবহ আর সরাসরি কথোপকথনে নিয়োজিত হতে পারেন। | |
5 | কনফারেন্সে দিনের আলোচনা বড় একটা অংশ ছিল ইন্টারনেট ও সমাজ নিয়ে যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটি ঠিক করেছিল। | 这场工作坊亦附属于网络与社会研讨会之中,由哈佛大学柏克曼网络与社会中心主办,开放社会研究所则慷慨地提供经费,让我们能邀请世界各地博客前来,我们将活动讯息张贴在网络上,David和其他人也主动前来参加,真是感谢老天! |
6 | ওপেন সোসাইটি ইন্সটিটিউট উদার হয়ে আমাদেরকে কিছু তহবিল দিয়েছিল যাতে বিশ্বের বিভিন্ন দিক থেকে ব্লগারদেরকে আনানো সহজ হয়। আমরা ওয়েবে এই অনুষ্ঠান প্রচার করি, আর অন্যরা- ডেভিডের মতো- এমনি এসে পড়েন। | 我在会议后不久写下这篇文章,Ethan也在活动隔天撰文记录,我们当时并未拟定统治世界的具体计划,甚至还没有想出一个明确方案,与会者同意建立维基页面以分享资讯、网络聊天室以举办线上会议、收集与会者及所谓「桥梁博客」的博客轮播内容,我们并不确定未来会如何发展。 |
7 | ভাগ্যিস। সেই মিটিং এর পরে আমি একটা প্রতিবেদন লিখেছিলাম সেটা এখানে দেখা যাবে। | 不过有件事显而易见,全球逐渐出现大量价值观相仿的博客,如与会者Jeff Ooi所言,我们应该「串连各点」,为这个社群建立平台。 |
8 | এখানে রয়েছে ইথানের ‘পরের দিন' এর ব্লগ পোস্ট। আমরা বিশ্বে রাজত্ব করার জন্যে আটঘাট বেধে কোন পরিকল্পনা নিয়ে বের হইনি- বা ছিল না সঠিক কোন প্রকল্পের জন্যে প্রস্তুতি। | 会议后几个礼拜内,不少与会者运用维基页面,希望写下这个社群的共有价值观,最后完成了全球之声宣言,以下是宣言全文,且今日全球之声各项工作与活动,仍源于这些基本价值: |
9 | অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেন একটা উইকি গঠন করার যাতে তথ্য ভাগাভাগি করা যায় আর অনলাইন মিটিং এর জন্য ইন্টারনেট রিলে চ্যাট (আইআরসি) ব্যবহার করার। | |
10 | এছাড়াও সিদ্ধান্ত হয়েছিল কনফারেন্সে অংশগ্রহণকারীদের এবং তাদের মতো অন্যদের যাদের আমরা ‘ব্রিজ ব্লগার' (সেতুবন্ধনকারী ব্লগার) বলা শুরু করেছিলাম তাদের ব্লগগুলোর একটি এগ্রেগেটর (লেখাগুলোর সমষ্টি এক পাতায় দেখানো) তৈরির। | |
11 | এর পরে আমরা কোথায় যাবো তা নিশ্চিত জানতাম না। তবে একটি জিনিষ পরিষ্কার ছিল: বিশ্বব্যাপী একই চিন্তা ভাবনার ব্লগারদের একটা সমালোচক গোষ্ঠী গঠিত হচ্ছিল। | 我们相信言论自由:这包括自由表达、书写与自由聆听、阅读的权利。 |
12 | সেই ভাবনাটি ভালো বলে মনে হল যে এই মানুষদের মধ্যে সম্পর্ক স্থাপন করানো (যা জেফ উই বলেছেন) আর তাদের বাড়ন্ত সংখ্যার গোত্রের জন্য একটি অনলাইন প্লাটফর্ম বানানো। | |
13 | কনফারেন্সের পরের সপ্তাহগুলোতে, বেশ কয়েকজন অংশগ্রহণকারী উইকি ব্যবহার করেন এই কমিউনিটির সবার চিন্তা ভাবনায় গড়া মূল্যবোধ গঠনের জন্য। | |
14 | এর ফলশ্রুতিতে গ্লোবাল ভয়েসেস ম্যানিফেস্টো (ঘোষণা) গঠিত হয়। | 我们希望普及并促进表达与沟通工具的使用。 |
15 | এটা এখানে আবার দেয়া যুক্তিযুক্ত কারণ আজ গ্লোবাল ভয়েসেস যা করে তা এই মূল মূল্যবোধ দ্বারা তাড়িত: | 最终,我们希望任何有愿望表达的人都能够自由表达和书写。 |
16 | আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট। | 任何人都能够聆听他人的声音,阅读他人的文字。 |
17 | আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে। | 感谢这些新工具的出现,发表言论的权利已不再被那些拥有出版设施的人所专有,政府也不再能限制想法与阻碍交流。 |
18 | এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে। | |
19 | নতুন মাধ্যম ও টুলগুলোকে ধন্যবাদ - তাদের জন্যেই কথোপকথন আর সেইসব লোকের নিয়ন্ত্রণের মধ্যে নেই যারা প্রকাশনা ও বিতরণের মাধ্যম গুলোর মালিক বা দখলদার; সেইসব সরকারের নিয়ন্ত্রণে নেই যারা চিন্তা ও কথোপকথনে বাধা আরোপ করে। | |
20 | এখন যে কেউ প্রচার মাধ্যমের শক্তিকে ব্যবহার করতে পারে। যে কেউ তাদের গল্প পৃথিবী জুড়ে লোকের কাছে বলতে পারে। | 如今,任何人皆拥有表达思想与自由的能力,任何人都可以向全世界述说他个人的故事。 |
21 | আমরা চাই বিভিন্ন দেশের মানুষের ভিতরকার ব্যবধান গুলো ঘোচাতে সেতুবন্ধন রচনা করতে, যাতে তারা একে অপরকে ভালভাবে বুঝতে পারে। | 我们希望将不同语言、不同文化、不同国家的人联合起来。 |
22 | আমরা আরও কার্যকরী ভাবে এবং আরও শক্তি নিয়ে কাজ করতে চাই। | 我们希望加深彼此的理解,促进共同协作。 |
23 | আমরা বিশ্বাস করি সরাসরি যোগাযোগের শক্তিতে। | 我们相信直接与他人沟通的力量。 |
24 | বিশ্বের বিভিন্ন অন্চলের লোকদের মধ্যকার বন্ধন ব্যক্তিগত, রাজনৈতিক এবং শক্তিশালী। | 来自不同文化的人们之间的联系是个人。 |
25 | আমরা বিশ্বাস করি সীমা গুলো ভেদ করে কথোপকথন হওয়া ভবিষ্যৎের জন্যে দরকারী। | 这种联系是强力的。 |
26 | যে ভবিষ্যৎ হবে মুক্ত, ন্যায়পরায়ণ, উন্নয়নশীল এবং স্থিতিশীল - বিশ্বের সব মানুষের জন্যে। | 与来自不同文化的人们直接交流是重要的。 |
27 | আমরা এককভাবে কথা বলি এবং কাজ করি কিন্তু আমরা আমাদের যৌথ ইচ্ছা এবং লক্ষ্যগুলোকে চিহ্নিত করে এগিয়ে নিতে চাই। | 这种交流是一个自由公义的社会所必须的,它亦是一个社群繁荣与稳定的基石。 |
28 | আমরা প্রতিজ্ঞা করি একে অপরকে সম্মান করতে, সহায়তা করতে, শিখতে, শেখাতে এবং একে অপরের কথা শুনতে। | 它对于我们人类的文明是通用的。 |
29 | আমরা গ্লোবাল ভয়েসেস। | 这里皆是一个个独立个人的声音。 |
30 | আমাদের এখন বিস্ময়কর একটি বহুজাতিক দল আছে যারা বিশ্বের বিভিন্ন স্থানে গ্লোবাল ভয়েসেস এর জন্যে দুত হিসেবে কাজ করেন। | |
31 | কিন্তু গ্লোবাল ভয়েসেসের আত্মা হচ্ছে শত শত স্বেচ্ছাসেবী যারা তাদের কাজ, পড়াশোনা আর পরিবারের দায়িত্ব থেকে সময় বের করেন আর গঠনে সাহায্য করেন একটা আরো উন্মুক্ত আর অংশগ্রহণমূলক বিশ্ব জনগণের কথোপকথনে। | |
32 | ২০০৬ সালের গ্লোবাল ভয়েসেস সামিটে সদস্যবৃন্দ। | 但是我们亦可以发现我们的共同目标。 |
33 | ছবি জেইস এর সৌজন্যে | 我们希望一同协作以达成这些目标。 |
34 | গ্লোবাল ভয়েসেস কিভাবে বিস্তার লাভ করল আর কিভাবে কাজ করে এর বিভিন্ন শাখা - যার মধ্যে আছে রাইজিং ভয়েসেস, গ্লোবাল ভয়েসেস এডভোকেসি আর গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া- সে সম্পর্কে বিস্তারিত তথ্য অনেক জায়গায় পাওয়া যাবে: এই ওয়েবসাইটে এখানে আর প্রায় জিজ্ঞাস্য শাখায়। | |
35 | আমাদের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে সংবাদ এখানে আছে। | 我们发誓尊重并维护彼此。 |
36 | ২০০৪ সালের পর আমাদের সমাবেশ হয়েছে লন্ডন (২০০৫), দিল্লী (২০০৬) আর বুদাপেস্টে (২০০৮)। | 我们发誓教导彼此互相学习、互相聆听。 |
37 | ২০১০ সালে আমরা আর একটা সমাবেশের অপেক্ষায় আছি (স্থান আর তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে)। | 我们是全球之声。 |
38 | ২০০৬ এ ইথান আর আমি নিম্যান রিপোর্টস ম্যাগাজিনের জন্য একটি প্রতিবেদন লিখেছিলাম যেখানে আমরা গ্লোবাল ভয়েসেস আর সাংবাদিকতার মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। | |
39 | ডেভিডের আর একটা দারুন পোস্ট আছে কেন আউটরিচ, এডভোকেসি আর ভাষান্তর প্রয়োজন যার মাধ্যমে মানুষকে সাহায্য করা যায় কথা বলার, শোনার আর শোনানোর বাধা অতিক্রম করার জন্যে। | |
40 | বিশ্বের অনেক স্থানের অনেক মানুষ চিন্তিত যে বিশ্ব ইংরেজী-ভাষার প্রধান ধারার মিডিয়া তাদের দেশকে বেশীরভাগ সময়ে অবজ্ঞা করে, বা তাদের দেশ সম্পর্কে কেবলমাত্র খারাপ জিনিষ লেখে, বা তাদেরকে গতানুগতিক ধারায় ফেলার চেষ্টা করে। | |
41 | তারা গ্লোবাল ভয়েসেস কে মূল্যবান প্লাটফর্ম হিসেবে দেখেন যার মাধ্যমে তাদের গল্প শোনাতে পারেন আর তাদের মতামতকে বিশ্বের পাঠক শ্রোতার কাছে পৌঁছানো যায়। | |
42 | অন্যরা হতাশ যে তাদের নিজেদের সংবাদ মিডিয়া বিশ্বের অনেক কিছুর উপরে রিপোর্ট করতে ব্যর্থ হয়, খারাপ ভাবে করে, বা সেটাকে পক্ষপাত মূলক ভাবে করে যেটা তাদের সরকারের বিশ্ব দৃষ্টিভঙ্গীকে সমর্থন করে। | |
43 | আর তাই তারা বিশ্বাস করেন যে গ্লোবাল ভয়েসেসের বিষয়কে তাদের স্থানীয় ভাষায় ভাষান্তর করার ফলে তারা বিশ্ব সম্পর্কে তাদের সমাজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন। | |
44 | অন্যরা বিভিন্ন সমাজকে সাহায্য করার উপরে জোর দেন যারা তাদের গল্প জানানোর জন্য এখনো নতুন প্রযুক্তির সুবিধা পান নি। অন্যরা যোগ দিয়েছেন সেন্সরশীপ আর নিগ্রহের বিরুদ্ধে তাদের একাত্বতা জানানোর জন্য। | 我们今日拥有很棒的跨国团队,主持与经营全球之声不同计划,但全球之声的核心仍是无数志工,愿意在繁忙的工作、研究及家庭生活中拨出时间,协助建立更开放、更多人参与的全球公共论述。 |
45 | জাতিসংঘের মানবাধিকার ঘোষনার ধারা ১৯ এর সাথে মিল রেখে তারা কেবলমাত্র তাদের বৈশ্বিক অধিকার ব্যবহার করে বাক স্বাধীনতা ও মুক্ত প্রকাশের চেষ্টা করে যাচ্ছেন। | |
46 | গ্লোবাল ভয়েসেস সমাজ নিজেদেরকে দাবিয়ে রাখতে দেয় নি সেই শেষ না হওয়া বিতর্কে জড়িয়ে যে ব্লগাররা সাংবাদিক কি না, বা সংবাদ ব্যবসার জন্য ইন্টারনেটের ভূমিকা কি। | |
47 | গ্লোবাল ভয়েসেস এমন কোন বিতর্কে জড়িয়ে পড়ে না যে ইন্টারনেট বিশ্ব গণতন্ত্রায়নের জন্য অন্যতম শক্তি হবে কি হবে না। | |
48 | একটা গোত্র হিসেবে আমরা বেশী আগ্রহী এবং হাতা গুছিয়ে কাজে লেগে পড়তে চাই নির্দিষ্ট একটা সমস্যা নিয়ে: যা হচ্ছে বিশ্ব জনগনের কথোপকথনের বড় অনোকগুলো ফাঁকের মধ্য থেকে কয়েকটি বন্ধ করা। | |
49 | আর গ্লোবাল মিডিয়ার বিশাল বৈষম্য, অসমতা আর অন্যায়ের বিপক্ষে আমরা যা পারি তা করার চেষ্টা করা। | 2006年印度德里会议的全球之声社群成员,照片来自Jace |
50 | যেভাবে আপনি এই কাজকে ব্যাখ্যা করুন, আমরা বিশ্বাস করি যে আমরা যা করি তার মূল্য আছে আর এটা প্রভাব রাখে। | |
51 | আমরা কৃতজ্ঞ যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের কাজকে তাদের আর্থিক সাহায্য দানের উপযুক্ত মনে করেছেন। আমরা সংবাদ সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করেছি যারা আমাদের কাজ দেখে থাকেন আর আমাদের খুঁজে বের করেন কারণ- আমরা যা করি তা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন- বিশ্ব সম্পর্কে তথ্য আর নতুন দৃষ্টিভঙ্গি দেয়ার বেলায় আমাদের সমাজ মূল্যবান সূত্র। | 包括本站的关于全球之声、常见问题等许多页面,各位都能找到详细说明,以瞭解全球之声如何运作,以及如何发展出发声计划、倡议计划、多语言翻译计划等项目,我们也整理全球之声获媒体报导的记录;自2004年创立以来,我们陆续于伦敦(2005)、德里(2006)及布达佩斯(2008)召开实体会议,预计于2010年再次集会(时间与地点即将公布)。 |
52 | এই কারনে আমাদের প্রথম তিন বছরে রয়টার্স গুরুত্বপূর্ণ আর দরকারী সমর্থন দিয়েছে, আর এই কারনে অনেক সংবাদ সংস্থা আমাদের সম্পাদকদের সাথে কাজ করে আর আমাদের স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করে সাক্ষাৎকারের জন্য। | |
53 | যদিও আমরা বলতে পারি না যে আমরা গ্লোবাল মিডিয়াকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছি, আমরা বিশ্বাস করি যে বিশ্ব মিডিয়ার দৃষ্টিতে আমরা বেশ কিছু গল্প তুলে ধরেছি যেটা অন্য সময় লক্ষ্য করা হত না, আর অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছি। | |
54 | এটাই পুরো আয়োজনকে যোগ্য করে তুলেছে। আরো যা উৎসাহ ব্যঞ্জক তা হল গ্লোবাল ভয়েসেস যেভাবে আমাদের সম্পাদক, স্বেচ্ছাসেবী আর বিস্তৃত গোত্রের সদস্যদের জীবনে প্রভাব ফেলেছে। | 我和Ethan在2006年为《Nieman Reports》杂志撰文,希望说明全球之声与新闻业之间的关系,David也有一篇很精彩的文章,解释为何发声、倡议与翻译皆为必要工作,才能让人民克服发言、倾听与对话的障碍。 |
55 | আমরা একটি সংযোগস্থলে পরিণত হয়েছি যার মাধ্যমে বিস্ময়কর একদল প্রতিভাধর, স্পষ্টবাদী আর খেয়াল করে এমন মানুষ তাদের পরিতৃপ্তি, বিশ্বে পরিচিতি আর তাদের সমাজের সমর্থন পান। এখানে ক্লিক করুন জানার জন্য যে কিভাবে রাইজিং ভয়েসেস বিভিন্ন ধরনের কণ্ঠকে তুলে ধরেছে জাতীয় আর বিশ্ব আলাপচারিতায়, আর ব্যক্তি আর যে সমাজে তারা সংযুক্ত তার উপরে এটি কি প্রভাব ফেলেছে। | 世界各地都有许多人不满,认为全球英语主流媒体时常忽略他们的国家,或只报忧不报喜,或只强化刻板印象,他们很重视全球之声这个平台,希望 藉此将故事和观点传达给更多全球读者;也有许多人不满国内媒体忽视世界多数地区消息,或是刻意偏颇以符合本国政府的世界观,故他们相信若将全球之声的报导 翻译为本地语言,即可帮助国内民众瞭解世界;也有些人努力帮助他人,将故事或消息运用新科技传达给世人;还有些人关注世界言论审查及迫害问题,因为依据联 合国人权宣言第19条,这些民众只是行使言论自由的普世权利。 |
56 | আমাদের স্বেচ্ছাসেবীরা কি বিস্ময়কর তা বোঝার জন্য এখানে পোস্ট করা কিছু ব্লগার প্রোফাইল পড়ুন আর শুনুন। বিশ্বের বিভিন্ন ব্লগিং কমিউনিটির উপরে গ্লোবাল ভয়েসেসের প্রভাব আছে যদিও তাদের সাথে আমাদের কোন আনুষ্ঠানিক সম্পর্ক নেই - তাদের কিছু ব্লগ পোস্টের সাথে লিঙ্ক করে মাঝে মাঝে কিছু ভাষান্তর করা ছাড়া। | 许多人总在争议博客算不算是记者,抑或网络对新闻业有何意义,全球之声社群并不受这些纷扰左右,也不与人争辩论网络是否能成为全球民主 化力量,我们只想卷起袖子,认真面对一项更实质的课题:如何填补全球公共论述缺口,以及尽力改善全球媒体不平衡、不平等、不公义等现象,无论各位如何定义 这项工作,我们深信这种作为有其价值,亦能带来改变。 |
57 | একটি উদাহরণ: এথান সম্প্রতি ব্যাখ্যা করেছেন তরুণ কিরগিজ ব্লগার বেক্তুর ইস্কেন্দারের সাথে একটা দৃষ্টান্ত মূলক কথোপকথনকে যা ব্যাখ্যা করছে আমাদের কিছু কাজ মধ্য এশিয়াতে কি প্রভাব রেখেছে। | |
58 | আর একটু গণতান্ত্রিক, উন্মুক্ত আর অংশগ্রহণমূলক বিশ্ব মিডিয়া পরিবেশ থেকে কি পাওয়া যাবে তা পরিষ্কার না। ২০০৪ সালের মিটিং এ ইরানী ব্লগার হোসেন দেরাকশান আশা প্রকাশ করেন যে অনলাইন নাগরিক মিডিয়ার বিস্তৃতি সমাজকে আরো গণতান্ত্রিক করে তুলবে আর সরকারের পক্ষে যুদ্ধকে যুক্তিযুক্ত করা কঠিন হবে। | 我们感谢诸多组织认 同这些成果,愿意赞助这些工作,我们与许多新闻组织建立联系,他们也时常寻求全球之声协助报导,无论各位如何看待全球之声的内容,这个网站确实提供宝贵资 讯与创新观点,因此路透社愿意在全球之声创立初始的前三年,提供重要支持,许多新闻组织亦持续与全球之声编辑合作,亦不时联络志工进行访问。 |
59 | ইন্টারনেটে তিনি ‘হোডার' নামে পরিচিত, এবং এখন এক বছরের উপরে আহমাদিনেজাদের সরকার দ্বারা আটক অবস্থায় আছেন, আর এটা এখনও পরিষ্কার না যে ইরানী আর পশ্চিমাদের মধ্যে বিস্তৃত যোগাযোগ সেই সিদ্ধান্ত গ্রহণের একটা বিষয় হবে কি যে আমেরিকা ইরানে আক্রমণ করবে কিনা। | |
60 | ইভগেনি মোরোজোভের মতো লেখক তর্ক করেন যে ইন্টারনেট গণতন্ত্রায়নের শক্তি সেই সম্পর্কে সময়ের আগে উৎসাহ সহকারে সিদ্ধান্ত গ্রহণ না করা। | |
61 | কারণ স্বৈরাচারী শাষকরা জেনে যাচ্ছেন কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করা যায় তাদের ক্ষমতাকে শক্তিশালী করে বিক্ষোভকে দমন করার ক্ষেত্রে- আর অনেক দেশে ইন্টারনেট স্বার্থান্বেষী গোষ্ঠী, ভুল তথ্য আর ঘৃণা দ্বারা পরিপূর্ণ থাকে। | |
62 | অন্যদের মধ্যে ক্লে শার্কি আর প্যাট্রিক মায়ার তর্ক করেন যে এখনো আশার কারণ আছে। আর অন্যরা বলেন যে বিশ্বের বেশীরভাগ মানুষের আরো গুরুত্বপূর্ণ সমস্যা আছে- যেমন বেঁচে থাকা- আর অন্যান্য সব কাজ, গ্লোবাল ভয়েসেসসহ, তাদের কাছে মূল্যহীন। | 我们不能断言 全球之声彻底改变全球媒体,但我们相信藉由这些努力,让全球媒体看到许多原本受人忽视的故事,也在许多重大国际新闻事件中提供不同观点,这项成就本身便已 有其价值。 |
63 | পাঁচ বছর আগে ওরি ওকোল্লহ (যিনি পরে সফল নাগরিক রিপোর্টিং প্লাটফর্ম উশাহিদি গঠন করেন) এই বিতর্কে সামঞ্জস্য আছে এমন কিছু মন্তব্য করেন তর্কের খাতিরে উল্লেখযোগ্য। এইভাবে সেই সময়ে তার কথা আমি রিপোর্ট করেছিলাম: | 更令人惊喜之处,在于全球之声改变了编辑、志工与社群成员的生活,一群具有天份、温暖与表达能力的人在此找到成就感、全球认同与社群之声,透过这个连结,各位可以瞭解发声计划如何将更多元声音加入国内外对话之中,以及这个过程对个人及社群有何意义,若想认识这些卓越的志工,请浏览并阅读这些博客档案。 |
64 | কেনিয়ার ব্লগার ওরি ওকোল্লহ কিছু দিনের মধ্যে ব্লগিং এর মাধ্যমে আফ্রিকার পরিবর্তন আশা করেন না। আফ্রিকার অনেক সমস্যার মধ্যে ডিজিটাল ডিভাইড পার হয়ে আসা সব থেকে কম গুরুত্বপূর্ণ। | 全球之声与世界许多博客社群并无正式往来,至多只是不时连结或翻译部分内容,但也促进诸多社群发展,例如Ethan最近与年轻的吉尔吉斯博客Bektour Iskender聊天,结果令他非常惊讶,原来我们的工作对中亚地区已产生影响。 |
65 | তারপরেও তিনি মনে করেন ব্লগিং গুরুত্বপূর্ণ -যদিও পরিবর্তনশীল হবে না- স্বল্প সংখ্যক আফ্রিকান যারা ব্লগ করেন তাদের জন্য। “ তরুণদের জন্য, আমাদের কথা শোনা হয় না, আফ্রিকায় রাজনীতিতে বা অন্য স্থানে আমাদের স্থান নেই নিজেদের প্রকাশের জন্য,” ওকোল্লহ বলেছেন। | 当全球媒体环境变得更民主、更开放、更多人参与一些,我们并不确定会带来什么改变,在2004年的全球之声会议中,伊朗博客 Hossein Derakhshan希望藉由网络公共媒体蔓延,能让社会更加民主,也让政府更没有理由发动战争,这位在网络上又名Hoder的博客至今遭伊朗政府囚禁 超过一年,我们也不确定伊朗与西方民众增加联系之后,能否影响美国要不要出兵伊朗。 |
66 | “আমি মনে করি এটা তরুণদের জন্য একটা ফোরাম হবে যেখানে তারা নিজেদের স্থান তৈরি করতে পারবে। আমার মনে হয় না এটা রাজনীতিতে পরিবর্তন আনবে বা কোন নির্বাচনে প্রভাব ফেলবে কিন্তু আমি মনে করি এটা কোন সমাজকে এমনভাবে লালন করতে পারে যা আগে কখনো হয় নি।“ | Evgeny Morozov等作家指出,人们早期认为网络能带动民主化,但现在独裁政权亦开始瞭解,如何使用网络以巩固政权、镇压异议,在许多国家内,网络圈皆笼罩在受人操弄的言论、谎言及仇恨;Clay Shirky及Patrick Meier等人则仍保持乐观;也有些人认为世界多数民众都面临更迫切的生存问题,故全球之声或其他努力实际上与这些人无关。 |
67 | অনলাইন নাগরিক মিডিয়া নতুন ধরনের সমাজকে লালন করছে স্থানীয়, জাতীয় আর বিশ্ব পর্যায়ে। | Ory Okolloh创办了相当成功的公民报导平台Ushahidi,她在五年前曾有段言论,至今仍值得再度深思,我当时的记录是: |
68 | গ্লোবাল ভয়েসেস আলগা একটা সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরিণত হয়েছে ওরির কেনিয়ার ব্লগিং সমাজ আর বিশ্বের অন্যান্য ব্লগারদের মধ্যে যাদের একই ধরনের মত রয়েছে। একদিকে গ্লোবাল ভয়েসেস যেমন চেষ্টা করে ঐতিহ্যবাহী সংবাদ মিডিয়া দ্বারা পরিবেশিত সংবাদকে প্রভাবিত করতে- যার বেশীরভাগ বিশেষ কোন জাতি বা অঞ্চলের জন্য -আমরা বিশ্ব কথোপকথনের জন্য একটা প্লাটফর্ম গঠন করছি, আর এটা ঘিরে বিশ্ব নাগরিকের একটা গোত্র। | 肯亚博客Ory Okolloh并不期待非洲短期内因博客而转变,在非洲众多问题中,缩短数位落差恐怕不在优先事项中,不过她相信对少数在写博客的非洲人而言,博客 确实很重要,她表示:「非洲年轻人没有机会发声,我们在政坛或其他场域,都没有表达自己的空间,我认为博客能让年轻人建立自己的空间,我不觉得博客能 改变政治或左右选举结果,但确实能培养出过往无法发展的社群。」 |
69 | আমরা ইন্টারনেট ব্যবহার করছি আমাদের মানবিকতা থেকে পালাবার জন্য না, বরং এটা প্রতিষ্ঠার জন্য। আমরা বিশ্বাস করি ব্যক্তির পছন্দ ও কাজে পার্থক্য হয়। | 无论在本地或国内外,网络公民媒体都在培养新型社群,在肯亚与世界各地价值观相似的博客社群之间,全球之声已形成一道松散的联系。 |
70 | ইন্টারনেট শেষ পর্যন্ত বেশী ক্ষমতা পাবে কি না যা এখন দেখা যাচ্ছে তা নির্ভর করে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে কাজ করি কিনা তার উপরে। | |
71 | এই দিকে একটা ছোট প্রচেষ্টা মাত্র একটা বহু-সাংস্কৃতিক, বহু- ভাষার গোত্র গঠন করা যা নির্দিষ্ট কয়েকটা প্রকল্পেই মনোনিবেশ করবে যার আওতায় থাকবে মানবিক মূল্যবোধের কিছু বিষয়। এটি গ্লোবাল ভয়েসেস অনলাইনের জন্যে ২০০৯-১০ সালের তহবিল যোগাড়ের আহ্বান জানিয়ে ধারাবাহিক পোস্টের প্রথমটি। | 全球之声一方面试图影响传统新闻报导模式,另一方面也希望建立全球论述平台与相关公民社群,使用网络不是为了排除人性,而是强化人性,我们 相信个人抉择或行动能带来改变,网络最终究竟会产生正反效果,取决于我们是否对未来负责并有所行动,依据核心人性价值,建立跨文化、跨语言社群的特定计 画,只是朝此方向迈进的一小步。 |
72 | যদি আপনি আমাদের কাজকে সমর্থন করতে চান, অনুগ্রহ করে আমাদের দানের পাতায় যান। ধন্যবাদ! | 校对:Soup |