Sentence alignment for gv-ben-20110515-17389.xml (html) - gv-zhs-20110518-9112.xml (html)

#benzhs
1ব্রুনাইঃ ভূয়া বাস ডাকাতির ঘটনা নাগরিকদের সর্তক করছে汶莱:从假抢案见人性
2গত সপ্তাহে, ব্রুনাই-এর গাদং-এর ব্যাস্ত ব্যাবসায়িক এলাকায় এক ডাকাতির ঘটনা দ্রত টুইটার এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে।汶莱加东(Gadong)地区繁忙的商业区日前发生抢劫案,消息很快在Twitter及Facebook网站上传开:
3@রানোয়াডিডাসঃtwitpic.com/4t68c2 আজ বিকেলে এক ডাকাতির ঘটনার দর্শক হলাম, যা আয়ামাকু গাদাং এলাকার কাছে অনুষ্ঠিত হয়, টাকা ছিনতাইয়ের এই ঘটনায় এক মহিলা আহত হয়েছে।@ranoadidas:http://twitpic.com/4t68c2 这是今天下午三点左右的部分犯案现场,女子因抢劫案受伤。
4প্রায় দুপুর বেলা ৩ টার সময় এই ঘটনা ঘটে। #ব্রুনাই@givemecaek:这是我初次听说汶莱在光天化日下发生抢劫案。
5@গিভমিকেক, ব্রুনাইয়ে এই প্রথম আমি প্রকাশ্যে ডাকাতি হবার কথা শুনতে পেলাম। ও ও।当地知名博客ranoadidas对这起史无前例的公车抢案感到忧心:
6স্থানীয় সেলিব্রেটি ব্লগার রানোএ্যডিডাস এই বাস ডাকাতির ঘটনায় উদ্বেগ্ন প্রকাশ করে তার ব্লগে একটা লেখা পোষ্ট করেছে, যা ব্রুনাই-এর জন্য এক অভূতপূর্ব ঘটনা।
7ঘটনার শিকার ব্যক্তির নিহত বা খুন হবার যে গুজব, তা সত্য নয়।
8নিশ্চিতভাবে বলা যায় তাকে আক্রমণ করা হয়েছিল এবং অপরাধী টাকার থলে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় পর্যায় থেকে পাওয়া সূত্রমতে মহিলা এই কর্মচারী এক ব্যাংক থেকে বেশ কিছু টাকা তোলে এবং গাদাং-এর রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে।传闻指称所有受害者均已罹难,这并非事实,她确实遭到虐待,犯人也夺取财物后离开,当地消息来源指称,这位女性职员自银行领取大额现款后,在加东地区步行,后来在Ayamku Gadong外遭到挟持,才发生这宗抢案。
9এরপর তখন সে আয়ামাকু গাদং-এর বাইরে আক্রমণের শিকার হয় এবং এভাবে এই ঘটনা ঘটে। …. মহিলাটির অবস্থা এখন আশঙ্কামুক্ত আর এদিকে এখন পর্যন্ত ডাকাতের কোন অনুসন্ধান পাওয়া যায়নি।…女性受害人情况稳定,抢匪仍在逃,如今问题在于汶莱治安情况好坏,此事发生在光天化日的公开场所,也肯定会改变大众处理金钱的心态。
10এই ঘটনার পর ব্রুনাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।我希望警方及相关单位能将歹徒逮捕归案,各位若在公共场所提领大额现金后请小心…本案可能让人们暂时对公共场所安全存疑。
11ঘটনার মাত্রা পরিমাপ করলে বলা যায়, সত্যি এটা একটা বেদনাদায়ক ঘটনা।犯案现场?
12একদল জনতার মাঝে প্রকাশ্য দিবালোকে এই ডাকাতি সংঘটিত হয়েছে।照片来自Twitpic用户@purply28
13এর ফলে এখন মানুষ হাতে টাকা নিয়ে রাস্তাঘাটে হাঁটার ক্ষেত্রে শঙ্কা অনুভব করবে। আমি আশা করি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধীকে খুঁজে বের করতে পারবে।先前报导指称,一辆公车上或许有几名乘客目睹“抢案”经过,Brunei Times提到:
14কাজেই সকলে… আপনারা জনতার উপস্থিতির মাঝে টাকা তোলার ক্ষেত্রে সর্তক থাকুন…আজকের ঘটনা উন্মুক্ত স্থানের নিরাপত্তার ব্যাপারে ক্ষণস্থায়ী এক সন্দেহের কারণ সৃষ্টি করেছে। যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে সেই এলাকার দৃশ্য?由于公车正在行驶,他无法看到车内乘客,但注意到汽车两扇前门均开,还见到距离“稍远处”站着另一人,应该也目击案发情况。
15@পারপ্লে২৮-এর টুটপিকের পাতা থেকে নেওয়া হয়েছে। শুরুতে, এক সংবাদে জানা গিয়েছিল যে বাসের কয়েকজন যাত্রী হয়ত এই “ছিনতাইয়ের” ঘটনা অবলোকন করেছে।他表示,“那个人直视汽车,我不知道,可能是共犯,也可能是目击者”。
16এই সংবাদ নেওয়া হয়েছে ব্রুনাই টাইমস থেকে। যেহেতু বাসটা তখনো চলছিল, প্রত্যক্ষদর্শী জানায় যে সে গাড়ির ভেতরে থাকা লোকগুলোকে দেখতে পায়নি, কিন্তু খেয়াল করেছে গাড়ির সামনের দুটি দরজাই খোলা ছিল।但在隔天报纸出刊之前,社会已传闻抢案造假,假抢案消息也跃上报纸头版,原来是一名员工捏造公车抢案,藉机向老板诈取金钱,以下是人们在Twitter网站部分反应:
17সে যেখান থেকে ঘটনাটি দেখতে পাচ্ছিল, সেখানে সে আরেকজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা গাড়ি থেকে সামান্য দূরে দাড়িয়ে ছিল, উক্ত ব্যক্তিও এই ঘটনার সাক্ষী।
18সে বলেছে, সেখানে দাঁড়িয়ে থাকা উক্ত ব্যক্তি সারাসরি গাড়ির দিকে তাকিয়েছিল।@kisich:所以,这椿抢案从来没发生过。
19আমি ঠিক জানিনা, সেও তাদের একজন হতে পারে (তাদের সঙ্গী), অথবা কেবল ঘটনার এক সাক্ষী এমনকি পরের দিন খবরের কাগজ বের হবার আগে গুজব ছড়িয়ে পড়ে যে ডাকাতির ঘটনা ঘটেছে।@ranoadidas/:twitpic.com/4thu4v,所以这起抢案完全是谎言?
20স্থানীয় এক সংবাদপত্রের প্রথম পাতায় ভূয়া এক ডাকাতির ঘটনা ছাপা হয়, তাতে মনে হয়, যেন ভূয়া এক বাস ডাকাতির মাধ্যমে এক কর্মচারি তার মালিকের কাছ থেকে টাকা চুরি করার চেষ্টা করছে ।
21@রোনাওডিদাস, twitpic.com/4thu4v, তার মানে সাজানো এক ডাকাতির ঘটনা ঘটেছে?? @ডি৩এক্স, উদ্বেগজনক এক বিষয়, twitpic.com/4thvctd3x:这个现象令人忧心。twitpic.com/4thvct
22এমনকি শুরু থেকে ঘটনাটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে।这起案件从一开始便不合理,谁会提领两万汶莱币却独自往来?
23কেন একজনের ২০,০০০ ব্রুনাই-ডলার তোলার প্রয়োজন হল এবং এর জন্য সে সাথে কাউকে নিল না? বেদনাদায়ক ঘটনা হচ্ছে “আক্রমণকারীরা” কিভাবে তাদের নিজের মালিকের সাথে প্রতারণা করার চেষ্টা করল, কিন্তু শেষে গিয়ে শেষে তার দোষ ঢাকতে পারলো না।这位“受害者”竟然想欺骗雇主,最终仍难逃法网,实在是场悲剧。
24তবে, রূপকথার গল্পে এক সুন্দর পরিণতি ঘটে, এই ঘটনার ক্ষেত্রে চাকুরী প্রদানকারী ব্যক্তিরা সহানূভূতিশীল ছিল এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এটা কোন রূপকথার গল্প নয়, বাস্তবে তাকে এখন আইনের মুখোমুখি হতে হবে।在童话故事里,一切最后会是喜剧收场,雇主可能会同情她,决定伸出援手,但在现实世界里,她还是得面对司法制裁。
25যদি তা ছিল এক ভূয়া কাহিনী, কিন্তু এই ঘটনার আলোকে বলা যায়, এটি দেশের জনতাকে এক সর্তক বার্তা প্রদান করল, যে দ্রুত টাকা বানানোর লক্ষ্যে কিছু লোক অপরাধ করতে ভয় পায় না।
26এই ঘটনার মাধ্যমে বোঝা গেল টাকা, ভালোর চেয়ে কত বেশি খারাপ কাজ করতে পারে।此事虽然一切造假,但也让国内民众有所警觉,有些人为了迅速得利,显然不怕透过犯罪得逞,金钱在此事里显然是弊多于利。