# | ben | zhs |
---|
1 | স্পেনঃ সাংবাদিক গ্রেফতার এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে | 西班牙:记者在抗争场合被捕 |
2 | স্পেনের ১৫এম আন্দোলন যা আরো গণতান্ত্রিক পদ্ধতির দাবীতে হাজার হাজার মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, সেটি এক নতুন মাত্রা লাভ করেছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ২ আগস্টের পর থেকে আর কোন বিক্ষোভ প্রদর্শন করতে দেবে না এবং এরপর তারা একত্রিত হওয়ার পথ বন্ধ করার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন বন্ধের চেষ্টা করে। | 西班牙社会先前发起“五月十五”运动,无数民众走上街头,要求改革民主体制,最近这项行动进入新阶段,政府于8月2日决定不再允许抗争集会,开始阻止抗议民众聚集,不仅挡住公共场所出入口,警方也开始动用武力。 |
3 | নাগরিকরা যাতে উন্মুক্ত স্থানে জমায়েত না হতে পারে সে জন্য তারা উন্মুক্ত স্থান বন্ধ করে দিয়েছিল এবং গণ জমায়েতের উপর পুলিশ হামলা চালিয়েছিল। | |
4 | ৪ আগস্ট-এ মাদ্রিদের প্রধান কেন্দ্রে পুয়ের্টা দেল সোল-এ, এক সমাবেশের আয়োজন করা হয়েছিল, এই এলাকাটি হচ্ছে বিক্ষোভের কেন্দ্র। কিন্তু ২ আগস্ট থেকে এই এলাকায় কোন ধরনের বিক্ষোভ সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। | 8月4日,一场集会打算在马德里市中心Puerta del Sol广场举行,但出入口自8月2日便已受限,地铁与通勤火车原本在此均有停靠站,当天却一律过站不停,警方也部署大批人力,确保抗争运动不会在此出现,Twitter网站因此涌现大批类似以下的反应: |
5 | পাতাল রেল এবং কমিউটার ট্রেন যে গুলো সাধারণত পুয়ের্টা দেল সোল-এ থামত, সেগুলোকে এই দিনে উক্ত স্টেশনে না থামার আদেশ প্রদান করা হয়েছিল এবং সংখ্যায় প্রচুর পুলিশের উপস্থিতির মধ্যে দিয়ে নিশ্চিত করা হয়েছিল যে ১৫ এম নামক আন্দোলনের কর্মীরা যেন সেখানে সমাবেত না হতে পারে। | |
6 | হটাৎ করে টুইটার এতে এক ধরনের প্রতিক্রিয়ায় ভরে যায়: | |
7 | @আলবেরারেসে, স্প্যানিশ টিভি বলছে “বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের প্রাণকেন্দ্রে পৌছার চেষ্টা করছে, পুলিশ যা রক্ষা করছে”। কার কাছ থেকে এটিকে “রক্ষা” করছে? | @alberarce:西班牙电视台报导,“抗议群众试图进入警方捍卫的广场”,是要捍卫什么? |
8 | #প্লাজাতোমাদো#পেরিওদিসমো উৎস: জিএলবি | 照片来源:glb |
9 | সে দিনে, ধীরে ধীরে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে এবং তার পরের দিন পর্যন্ত তা বজায় থাকে, যখন বিক্ষোভকারীরা মাদ্রিদের পাসেও দে লা ক্যাস্টেলানা নামক এলাকায় সমবেত হয়। সে সময় এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয়। | 现场气氛在当天及隔天都很紧绷,抗议民众转而在马德里的Paseo de la Castellana广场聚集,警方同样派出大批人力,警民两相对峙,以下影片在網絡上广为流传,记录西班牙新闻网站La Información记者Gorka Ramos正在发布Twitter讯息时,先是遭到警员骚扰,随后受到殴打(约八分钟处),警方指称该名记者因为污辱警员、向警员吐口水而被捕。 |
10 | এই ভিডিও যা ইন্টারনেটে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে, সেটি প্রদর্শন করছে যে সাংবাদিক গোরকা রামোস (যে কিনা স্প্যানিশ সংবাদপত্র সাইট লা ইনফরমাসিওন-এ কর্মরত রয়েছেন) যখন এই ঘটনার সংবাদ টুইট করছিলেন তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এর পর পর পুলিশ তাঁকে প্রহার করে (ভিডিওতে ঠিক ৮ মিনিটের সময় তা ধরা পড়ে)। | |
11 | পুলিশের ভাষ্যমতে, পুলিশ কর্মকর্তাকে অপমান এবং তাদের মুখে থু থু ছোঁড়ার দায়ে রামোসকে অপমান করেছে। . | 记者被捕消息在社会媒体引发强烈反应,尤其#periodistadetenido(记者被捕)标签在Twitter网站亦成为热门话题: |
12 | রামোসের গ্রেফতারের ঘটনায় সকল সামাজিক প্রচার মাধ্যমে জ্বলে উঠে, বিশেষ করে টুইটার, যেখানে #পেরিওডিসটাডেটিনিডো (সাংবাদিক গ্রেফতার) এক আলোচিত বিষয়ে পরিণত হয়। | |
13 | @ফুমানো, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ সাংবাদিকের উপর হামলা চালাচ্ছে। | @phumano:警方冷酷逮捕记者影片不断流传。 |
14 | যখন সে ঘটনাটি দেখছিল, সে সময় তাকে গ্রেফতার করা হয় (ঠিক ৮ মিনিটের সময়) #15M bit.ly/nE39h1, #মাদ্রিদসিনমেইদো @বিম্বাচা @অজাম্যাজিকো, ছবি শব্দের চেয়ে জোরে কথা বলে, কার্লোস। | @bimbacha:影像胜过千言万语,不要停止批判他们,直到解决问题为止。 |
15 | তাদের প্রতি নিন্দা জানাই এবং এটা ঠিক হবার আগে কেউ থেমো না। ##পেরিওডিসটাডেটিনিডো | @mtascon:若想激怒政府,只要在角落发送Twitter讯息即可。 |
16 | @mtascon Para inquietar al gobierno solo hay q ponerse en una esquina tranquilo a tuitear #periodistadetenido @এমটাস্কো, সরকারকে বিরক্ত করার জন্য আপনাদের সকলকে যা করতে হবে তা হচ্ছে এক কোনায় বসে থেকে টুইট করতে থাকা। | 虽然西班牙多数媒体均未报导此事,英国《卫报》、美国CBS电视台、《富比士》杂志、美联社等国际媒体均未遗漏这则消息。 |
17 | যখন একদিকে এই গ্রেফতারের ঘটনা বেশিরভাগ স্প্যানিশ প্রচার মধ্যম প্রকাশ করেনি, তখন অপরদিকে বেশিরভাগ আন্তর্জাতিক প্রচার মাধ্যম যেমন গার্ডিয়ান, সিবিএস, ফরবেস এবং এ্যাসোসিয়েট প্রেস তা প্রকাশ করেছে। | |
18 | বিখ্যাত ব্লগার লা পুলগা ইয়া লা লোকোমোটোরা এক উন্মুক্ত চিঠি প্রদর্শন করেছে [স্প্যনিশ ভাষায়] । এটি তিনি ৫ আগস্টে প্রকাশ করেন। | 知名博客La Pulga y la Locomotora在8月5日转载公开信,要求西班牙政府说明,为何以前所未见的行为阻止民众动员: |
19 | যে অভূতপূর্ব উপায়ে স্প্যানিশ সরকার সমবেত হওয়ার প্রচেষ্টা বানচাল করে দেয়, এই চিঠিতে তিনি সে বিষয়ে সরকারে কাছে প্রশ্ন করেছেন: | 我想各位应该明白,基本人权已经遭到侵害,包括传播、集会和言论等自由,各位有思考过法律层面吗? |
20 | আমি মনে করি যে আপনারা এই বিষয়ে সচেতন যে এই কারণে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, যার মধ্যে বিনা বাঁধায় চলাফেরার অধিকার, একত্রিত হওয়া এবং বাক স্বাধীনতা রয়েছে। | |
21 | আপনারা কি এর আইনগত দিক ভেবে দেখেছেন? | 公开信中亦提到,许多民众也在揣测警方阻挡集会运动的真正原因: |
22 | এই চিঠিতে এটিও উল্লেখ করা ছিল যে এই আন্দোলনকে সীমাবদ্ধ করা এবং পুলিশের উপস্থিতি সম্বন্ধে অনেক নাগরিক কোন বিষয়টিকে প্রকৃত কারণ বলে বিবেচিত করে: | |
23 | দৃশ্যত কিছুদিনের মধ্যে এখানে পোপের আগমন ঘটতে যাচ্ছে আর এই বিষয়টি তার সাথে সম্পৃক্ত ( মাদ্রিদের ক্যাথলিক তরুণদের এক অনুষ্ঠানে যোগদানের জন্য এখানে পোপের আগমনের কথা রয়েছে) এবং আমি আপনাদের এই বিষয়টি নিশ্চিত করতে চাই। | |
24 | যদিও আমি জানি যে একটি নুয়ে পড়া রাষ্ট্র কখনো জন সম্মুখে স্বীকার করে না যে তারা ক্যাথলিক চার্চের অনুরোধে এই কাজ করেছে। কয়েকজন ব্যবহারকারী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। | 一切似乎与教宗即将来访有关(他将与马德里天主教青年团成员会面),但还有待证实,不过我知道政府绝不会公开承认听命教会行事. |
25 | তারা বর্তমান এই ঘটনাটিকে নাগরিকদের বিভাজনের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে। ব্লগার আলবার্টো ভিজকানিওর মতে [স্প্যানিশ ভাষায়]: | 有些人则担心,政府企图以这些事件分化民众,Alberto Vizcaíno指出: |
26 | তারা জানে কিভাবে ১৫ এম আন্দোলনকে দমন করতে হয়। তারা নাগরিকদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। | 他们如今已知道怎么操纵五月十五运动,让民众彼此对立即可,现在已有政党在强调社会分裂,“愤怒民众对上天主教徒”,好像天主教徒与改革诉求相互矛盾一样。 |
27 | ইতোমধ্যে আমরা রাজনৈতিক দল সমূহকে পেয়ে গেছি যারা এই বিভাজনকে উল্লেখ করেছেঃ বিক্ষুব্ধ জনতা বনাম ক্যাথলিক সম্প্রদায়। যেন এমন যে, একজন ক্যাথলিক হওয়া এবং পদ্ধতিগুলো উন্নত করতে চাওয়ার মধ্যে দিয়ে আমরা যেন পরস্পর বিপরীত এক জগতে বাস করি। | 政府代表团(由执政党PSOE组织)最近证实,受到马德里市议会(由右派人民党掌控)的压力,要阻止抗议群众在教宗访问期间占领公共场所。 |
28 | সরকারের প্রতিনিধিরা (স্পেনের শাসক দল স্প্যানিশ সোশালিস্ট ওয়ার্কাস পার্টি, নামের প্রথম অক্ষরগুলো দিয়ে যাকে পিওএসই বা পজ নামে ডাকা হয় ) সম্প্রতি নিশ্চিত করেছে যে [স্প্যানিশ ভাষায়] মাদ্রিদের নগর পরিষদ তাদের উপর চাপ প্রয়োগ করেছে ( মাদ্রিদ নগর পরিষদ নিয়ন্ত্রণ করে ডান-পন্থী পিপলস পার্টি) যেন পোপের আগমনের প্রাক্কালে উন্মুক্ত স্থানে বিক্ষোভ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। | |
29 | ৫ আগস্ট তারিখে মনে হয়েছে কর্তৃপক্ষ তদের চিন্তা পাল্টে ফেলেছে। সল থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় [স্প্যানিশ ভাষায়] এবং চলাচলের উপর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তা সরিয়ে নেওয়া হয়। | 8月5日,政府似乎改变心意,警方撤离市中心广场,也不再管制出入口,但如今民众更加愤怒,这项运动还不会落幕。 |
30 | বিক্ষোভ এখন আগের যে কোন সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে, মনে হচ্ছে এই ঘটনা চলতেই থাকবে। | |