# | ben | zhs |
---|
1 | দামাস্কোর উপশহর আল ঘুটাতে আসাদের রাসায়নিক যুদ্ধ | 阿萨德遭控在大马士革郊区使用化学武器 |
2 | সক্রিয় কর্মীদের প্রতিবেদন অনুযায়ী, বাশার আল আসাদের বাহিনী আজ সকালে সিরিয়ার দামাস্কাসের পূর্বে ঘুঁটা অঞ্চলে স্নায়ু গ্যাস দিয়ে আক্রমন করে। | 叙利亚反政府运动人士控诉巴沙尔. 阿萨德的军队 2013 年八月廿一日早上在大马士革东方高塔区以神经毒气杀害数百人,其中大多为妇女与孩童。 |
3 | এর ফলে কয়েকশ লোক মারা যায়, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। | 濒死和死亡儿童的恐怖影像在社群媒体上流传,呼吁世界不要再对叙利亚人民遭受的暴行保持沉默。 |
4 | সিরিয়াতে সাধারণ জনগনের বিরুদ্ধে যে নৃশংস আচরন করা হচ্ছে তার সম্পর্কে বিশ্বের নীরবতা ভাঙার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়ে মৃত্যুপথযাত্রী (এবং মৃত) শিশুদের ভয়াবহ ফুটেজের পলস্তারা দেয়া হয়েছে। | 约旦安曼的叙利亚人 Enas 写道: 清晨三点左右政府军向因塔尔马的萨玛卡和萨伊尼亚区发射带有化学武器弹头的火箭。 |
5 | আম্মানের জর্ডানে বসবাসরত ইনাস নামের একজন সিরিয় নাগরিক, বৃহত্তর সিরিয়াতে লিখেছেনঃ | 毒气因风扩散也对约巴区造成了一些影响。 许多民众遭毒气侵袭,数十人死 亡。 |
6 | ভোর ৩ টার কাছাকাছি সময়ে ইন তুরমার জামাল্লাকা এবং আল জাইনিয়া এলাকাতে শাসক বাহিনী রাসায়নিক শিরস্ত্রাণ যুক্ত রকেট নিক্ষেপ করেছে। | 目前为止临时医院 Arbeen(受害者被送到此处)回报有四十一人死亡(廿二名儿童,十一成年女性,八名成年男性),另有五名死者则被送到 Douma。 |
7 | বাতাসের সাহায্যে গ্যাসগুলো ছড়িয়ে পরার কারনে জোবার জেলাটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। | 于萨克巴拍摄的影片纪录了四十名牺牲者,在因塔尔马内也有至少廿名死者。 目前为止大部分社运人士回报死亡人数超过一百人。 |
8 | একটি বিরাট সংখ্যক সাধারণ মানুষ পর্যায়ক্রমে গ্যাসটির দ্বারা আক্রান্ত হয়েছে। | 需多死者是儿童,在 影片中可以看到他们窒息而死。 |
9 | এর ফলস্বরূপ তাঁদের মধ্যে দশজন শাহাদাৎ বরণ করেছে। | Enas 的文章中提供悲剧现场照片和影片的连结 [警告:内有血腥画面]。 |
10 | আরবিনের অস্থায়ী হাসপাতাল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ৪১ জন শহীদকে কবরস্থ করা হয়েছে (২২ জন শিশু, ১১ জন নারী, ৮ জন পুরুষ), আরো ৫ জন শহীদকে দুমা নিয়ে যাওয়া হয়েছে, সাকবাতে ৪০ জন শহীদের ভিডিও ধারন করে রাখা হয়েছে এবং ইন তুরমার ভেতরেই রয়েছে কমপক্ষে ২০ জন শহীদ। | Enas 补充: 患者的症状包括恶心、出现幻觉、呼吸困难、剧烈咳嗽、高血压和痉挛,病中及死后喉咙发出咕噜声等等。 |
11 | মৃত্যু মাসুল এখন পর্যন্ত ১ শয়ের বেশি সংখ্যক বলে বেশিরভাগ সক্রিয় কর্মী রিপোর্ট করেছে। | 政府对无辜民众使用了哪种化武或毒气依然不明。 |
12 | নিচের ভিডিওটিতে শ্বাসকষ্টে ভোগা মৃতপ্রায় শিশুদের যেমনটি দেখা যাচ্ছে যে এসব শহীদদের বেশিরভাগই শিশু। | 遭到攻击的萨克巴区民众举家逃离,据附近区域的社运人士回报他们都受到极度惊吓。 |
13 | এই হৃদয় বিদারক ঘটনাটি উদ্ঘাটনকারী কিছু ছবি এবং ভিডিও [সতর্কতাঃ হৃদয়বিদারক দৃশ্য আছে] - এর লিংক ইনাসের পোস্টে প্রদান করা হল। | 用于治疗遭政府军化武攻击民众的阿托品短缺,也没有氧气筒。 |
14 | ইনাস আরো বলেছেনঃ | 医护人员只能用醋清洗口鼻和并用水冲洗受害者的身体。 |
15 | রোগীদের বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে অরূচি, মতিভ্রম, শ্বাসকষ্ট, প্রচন্ড কাশি, উচ্চ রক্তচাপ, পীড়ার সময় দখল ও মৃত্যু-পরবর্তী সময়ে কুলকুচা ইত্যাদি। | 死亡人数不断增加, Hala Droubi 提供了另一个数字: |
16 | নিষ্পাপ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিনত করতে শাসক বাহিনী যে রাসায়নিক অস্ত্র / বিষাক্ত গ্যাস ব্যবহার হয়েছে তাঁর হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। | 大马士革郊区东高塔区的运动人士回报,上午的化武攻击中至少四百人死亡,其中包括儿童。 |
17 | সক্রিয় কর্মীরা যেমনটা রিপোর্ট করেছেন, লক্ষ্যবস্তুতে পরিনত হওয়া এলাকার পরিবারগুলো অত্যন্ত ভীতসন্ত্রস্ত হওয়ায় তাঁরা সাকবা এবং আশেপাশের বেশকিছু এলাকাতে পালিয়ে যাচ্ছে। | - hala droubi (@haleloola) 2013 年八月廿一日 |
18 | সক্রিয় কর্মীরা এট্রপিনের অভাব নিয়েও রিপোর্ট করেছে, যা সাধারণত শাসক শ্রেনী সাধারণ লোকেদের শায়েস্তা করতে রাসায়নিক আক্রমনের সময় ব্যবহার করে থাকে; অক্সিজেন ট্যাঙ্কও পর্যাপ্ত পরিমানে নেই। | 另一个数字是已经超过 635 人: |
19 | চিকিৎসকেরা মুখে ও নাকে শুধুমাত্র ভিনেগার ব্যবহার করছেন এবং আক্রান্তদের শরীর পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। | #即时报导 | 现在已有超过 635 人在大马士革郊区的化学毒气攻击中身亡,其中大多是妇女和儿童。 |
20 | এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েই চলছে। | 世界沈默不语正在害死叙利亚。 |
21 | হালা দ্রুবি আরেকটি মাসুলের কথা প্রস্তাব করেছেনঃ | - TheNewSyria (@The_New_Syria) 2013 年八月廿一日 |
22 | #পূর্বঘুটা #দামাস্কাস #উপশহর - এর সক্রিয় কর্মীরা বলেছে সকালে #কেমিক্যালএজেন্ট আক্রমনে শিশু সহ কমপক্ষে ৪০০ লোক মারা গেছে। | Mohannad 分享了一张来自达拉亚区野战医院的照片,他表示已经没有空间收治更多伤患了: |
23 | #সিরিয়া | 达拉亚的野战医院甚至没有足够空间收治伤患。 |
24 | এবং এখন পর্যন্ত এই মাসুল ৬৩৫ এর বেশী বলে অন্যরা দাবি করেছেনঃ #ব্রেকিং । | #CWMassacre pic.twitter.com/PMlUKAaAVb |
25 | #দামাস্কাস উপশহরে রাসায়নিক গ্যাস আক্রমনে এখন ৬৩৫ এর বেশি লোক মারা গেছে, যাদের বেশিরভাগই নারী / শিশু। | - MohaNNad أبو مازن (@TheMoeDee) 2013 年八月廿一日 |
26 | বিশ্বের এই নীরবতা সিরিয়াকে শেষ করে দিচ্ছে। | 他要求媒体打破沉默,报导叙利亚发生的暴行: |
27 | দারায়াতে একটি মাঠ হাসপাতাল থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন মোহান্নাদ। | 如果媒体不愿发声,我们自己来。 |
28 | সেখানে তিনি বলেছেন যে সেখানে এর চেয়ে বেশি আহতদের চিকিৎসা সেবা দেয়ার কক্ষ নেইঃ | 我们永远不会沉默。 |
29 | এমনকি দারায়ার মাঠ হাসপাতালটিতে আহতদের চিকিৎসা দেয়ার মতো যথেষ্ট কক্ষ নেই। | - MohaNNad أبو مازن (@TheMoeDee) 2013 年八月廿一日 |
30 | #সিডব্লিউগণহত্যা | Enas 表达她的痛苦: |
31 | এবং সিরিয়াতে যে নৃশংসতা চালানো হচ্ছে তাঁর সম্পর্কে নীরবতা ভাঙতে প্রচার মাধ্যমকে তিনি চ্যালেঞ্জ করেছেনঃ | 我坐下来看那些影片痛哭,无法入眠。 |
32 | যদি প্রচার মাধ্যম কথা বলতে না চায়, তবে আমরা বলবো। | 我在远方什么也不能做。 |
33 | আমরা কখনোই নিশ্চুপ থাকবো না। | 我的同胞,原谅我。 |
34 | ইনাস তাঁর বেদনা শেয়ার করেছেনঃ | #CWMassacre #SYRIA |
35 | আমি যেহেতু ঘুমাইনি তাই আমি বসলাম এবং ভিডিওটি দেখলাম এবং আমার হৃদয় কেঁদে উঠলো। | - Enas (@itsEnas) 2013 年八月廿一日 |
36 | আমি দূরে আছি বলে কিছু করতে পারছি না। | 她补充政府轰炸到附近的尔宾就医的受害者: |
37 | আমার পরিবার, আমাকে ক্ষমা কর। | 即时报导:阿萨德轰炸化武受害者就医的尔宾。 |
38 | #সিডব্লিউগণহত্যা #সিরিয়া তিনি আরো বলেছেন, আক্রান্তদের চিকিৎসার জন্য নিকটবর্তী ইরবিনে নেয়া হলে তাঁদের অনুসরন করে আবারো বোমা নিক্ষেপ করা হয়ঃ | #DamascusSuburbs http://t.co/W1ahfEVMBM #CWMassacre #AnewMassacreinSyria |
39 | ব্রেকিং: সিডব্লিউএর কয়েকজন আক্রান্তকে আরবিনে নিয়ে যাওয়া হলে সেখানেও #আসাদ বোমা নিক্ষেপ করেছেন। | - Enas (@itsEnas) 2013 年八月廿一日 阿萨德的叙利亚官方新闻机构表示这些说法是有意设计混淆联合国正在进行的调查。 |
40 | টুইটারে এই হৃদয় বিদারক ঘটনাটি সম্পর্কে আরো জানতে হলে #সিডব্লিউগণহত্যা হ্যাশট্যাগটি অনুসরন করুন। | 本周联合国调查小组抵达叙利亚展开关于化学武器的调查,交战双方皆指控对方在两年冲突中多次使用化武。 可在推特上关注 #CWMassacre 标签以更多关于这场悲剧的资讯。 |