# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: বৌদ্ধভিক্ষুদের নৈতিকতার অধ:পতন? | 柬埔寨:和尚越来越没品? |
2 | ক্যাম্বোডিয়ার প্রায় অধিকাংশ লোকই বৌদ্ধধর্মাবলম্বী এবং বুদ্ধ ধর্ম সংবিধান দ্বারা সংরক্ষিত একটি রাষ্ট্রীয় ধর্ম। | 由於佛教是柬埔寨宪法中注明的国教,几乎所有的柬埔寨国民都是佛教徒,因此最近报导中传出国内和尚的德性越来越差这件事引起关注。 |
3 | তাই বৌদ্ধভিক্ষুদের নৈতিকতার অধ:পতন সংক্রান্ত সাম্প্রতিক খবর দেশে উদ্বেগের কারণ ঘটিয়েছে। | 在许多场合中,有人发现和尚从事暴力行径,或是与他人性交、看色情刊物等等不当行为。 |
4 | বেশ কয়েকটি ঘটনায় বৌদ্ধভিক্ষুদের দেখা গেছে সহিংস আচরণ বা অনৈতিক ব্যবহার করতে যেমন যৌনাচারে লিপ্ত হওয়া বা যৌনতায় ভরা ভিডিও দেখা। | 有个案例是关於一位省级住持喝醉了,打伤了一名僧侣,然而他为了保护自己的安全,没有报案。 |
5 | সাম্প্রতিক এক ঘটনায় এক প্রাদেশিক প্রধান ভিক্ষুকে মাতাল অবস্থায় আরেক ভিক্ষুকে প্রহার করতে দেখা গেছে যে তার বিরুদ্ধে কোন অভিযোগ আনে নি কারণ এই প্রধান ভিক্ষুকে প্রদেশে রাজার মত সম্মান করা হয়। | 只因这位住持位居该省和尚中最高层级,是为国王和尚。 |
6 | আরেক ঘটনায় একজন ভিক্ষুকে সেই সব নগ্ন নারীদের ভিডিও করতে দেখা গেছে, যারা বৌদ্ধমন্দিরে এক ধর্মীয় আচারের জন্যে গিয়েছিল। | 最近,有名和尚因为制作裸体女性的影片而被抓,这些女性是为了求妙水而来,据说那位和尚给的水可以辟除各种坏事并带来福份。 |
7 | এই আচার অনুযায়ী ভিক্ষুদের দেয়া পানি সবার জীবন থেকে অশুভকে তাড়ায় এবং সৌভাগ্য বয়ে আনে। | 之所以展开调查并逮捕和尚是因为发现大量的裸体影片透过蓝芽手机交换而追踪到的。 |
8 | এ নিয়ে তদন্তের পর একটি গ্রেফতারের ঘটনাও ঘটে তবে বাজে ব্যাপার হচ্ছে মোবাইল ফোন থেকে ফোনে ব্লুটুথের মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়েছে। | 这显然引发对於柬埔寨科技基础建设逐渐发展的质疑,因为人人都可以更简单地接触色情内容。 |
9 | এই ব্যাপারটি প্রশ্নের মুখোমুখি করেছে ক্যাম্বোডিয়ার প্রযুক্তির উন্নয়নকে যেখানে যৌন ভিডিও সহজে এভাবে ছড়াতে পারে। | 然而,正如Chan Nim 所说,这个议题由科技使用者的良心来决定。 |
10 | তবে চ্যান নিম এর মত অনুযায়ী এই ব্যাপারটিকে মানুষের বিবেকের উপরেই ছেড়ে দেয়া উচিৎ যারা প্রযুক্তির সঠিক ব্যবহার করবে। | 另一方面,有许多操守高洁的和尚了解科技在推广宗教教诲上的角色。 |
11 | অন্যদিকে, দেশে অনেক ভাল ব্যবহারকারী ভিক্ষু রয়েছে যারা প্রযুক্তির সহায়তায় ধর্মীয় শিক্ষা প্রচারের ব্যাপারটিকে মূল্য দেন। বর্তমানে যেমন যুবাশ্রেণীর অনেক ব্লগ দেখা যায় যারা যারা সামাজিক, প্রযুক্তিগত এবং ব্যক্তিগত ব্যাপার নিয়ে ব্লগে লিখছেন। | 现在可以普遍见到许多年轻人开设的部落格,上头讨论社会、科技、或个人议题,同时也有佛教主题的部落格,像是Bodhikaram, Saloeurm, Khmerbuddhism 等等。 |
12 | পাশাপাশি অনেক বৌদ্ধ ধর্ম নিয়ে ব্লগও দেখা যায় যেমন বোধিকরম, স্যালোইউর্ম, খেমার বুদ্ধিজম ইত্যাদি। বৌদ্ধ ধর্মের দার্শনিক দিকগুলো নিয়ে বিস্তারিত শিক্ষাধর্মী বিষয়বস্তু ইংরেজী ও খেমার ভাষায় অনলাইনে পাওয়া যাচ্ছে অভিধান, পডকাস্ট, পাঠ্যবই ও ছোট মন্তব্য আকারে। | 广泛的佛教哲学教诲现在可以在网路上透过各种形式供人近用,像是佛家短语、佛教字典、播客、或是经书等等,有高棉语跟英语。 |
13 | এছাড়াও অনেক বৌদ্ধভিক্ষু ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার করছেন অনেক লোকের কাছে ধর্মীয় বার্তা পৌঁছানোর জন্যে। | 除此之外,有许多和尚透过网路加强传教,接触更广大的阅听人。 |
14 | শ্রদ্ধেয় স্যালোইউর্ম সাবাথ যে রকম ফেসবুকের মাধ্যমে ধর্মীয় বার্তা ছড়াচ্ছেন। এভাবে তিনি তার অনুসারীদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারছেন এবং তারা সরাসরি তাকে বৌদ্ধধর্মের নীতি বা কোন বিশেষ অংশের ব্যাপারে জিজ্ঞেস করতে পারছে। | 例如可敬的Saloeurm Savath 就严格地在脸书(facebook)上分享诸多佛教教诲,与他的信徒自然地联系,信徒也可以透过脸书向他请教佛教宗旨或议题。 |
15 | ক্যাম্বোডিয়ার সাংস্কৃতিক আর শিক্ষামূলক ঐতিহ্যের মধ্যে বৌদ্ধ প্যাগোডার বিশেষ স্থান রয়েছে। | 佛塔跟和尚是柬埔寨文化跟教育珍贵遗产,持续贡献社会。 |
16 | সমাজে এদের অনেক অবদান। সবাই আশা করে যে বৌদ্ধভিক্ষুদের নৈতিকতা সুরক্ষিত রাখার মাধ্যমে জনগণ বৌদ্ধ ধর্মের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারবে। | 大家期待和尚的德性可以加强,好让人们能自我肯定对佛教的信仰跟信心,更何况佛教对於国内和解跟精神平和有过很大的贡献。 |
17 | দেশের সামগ্রিক ঐক্যতা - বিশেষ করে খেমার রুজ সরকারের নিপীড়নের শিকারদের মানসিক শান্তির জন্যে বৌদ্ধ ধর্মের শিক্ষা দরকার যাতে তারা তাদের প্রতিশোধের চিন্তা এবং ক্ষোভকে বশীভূত রাখতে পারে। | 例如赤柬政权时代的幸存者就持续透过佛家教诲,将他们内心的报复心跟愤怒心转换成希望跟平和。 |