# | ben | zhs |
---|
1 | বিশ্ব: মোজিলা ড্রামবিট উন্মুক্ত ওয়েব-এর বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছে | |
2 | মোজিলা ফাউন্ডেশন, ইন্টারনেট ব্রাউজিং সফ্টওয়্যার ফায়ারফক্স এর নির্মাতা। তারা ড্রামবিট নামক এক প্রকল্পের উদ্বোধন করেছে। | Mozilla Drumbeat拓展开放网络 |
3 | এটি এমন এক প্রকল্প যার মাধ্যমে বিভিন্ন বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এবং বিশ্বের বিভিন্ন অংশের লোকেদের এক করার চেষ্টা করা হবে, যাদের লক্ষ্য থাকবে ওয়েবকে উন্মুক্ত করে রাখার এক প্রচারণা। | |
4 | শিক্ষক, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভেলপার, আইনজীবী, অনুবাদক: যারা ওয়েব ব্যবহার করে এমন সব পেশার লোক এবং যারা ওয়েব ভালোবাসে তাদের আহ্বান জানানো হয়েছে, যাতে ওয়েবকে আরো উন্নত করা যায় এবং এটিকে উন্মুক্ত এবং বিনে পয়সায় ব্যবহার করা সম্ভব হয়। ড্রামবিটের সকল কর্মকাণ্ড কেবলমাত্র ওয়েবকে উন্মুক্ত রাখার এবং তার উন্মুক্ত স্বভাবকে বজায় রাখার জন্য: | 开发网络浏览器Firefox的Mozilla基金会推出Drumbeat计划,希望自世界各地,号召背景多元的人士,共同拟定推广网络开放的计划,无论是教师、技术人员、设计师、程式开发者、律师或翻译者,只要是使用并喜爱网络的人,都能一同让网络变得更好,维持网络开放与自由。 |
5 | আমরা এক আন্দোলনকে প্রজ্বলিত করতে চাই। | Drumbeat就是为了保持网络开放,并维持这项特质: |
6 | আমরা আগামী ১০০ বছরের জন্য ওয়েবকে উন্মুক্ত করে রাখতে চাই। এর প্রথম ধাপ: আপনাকে এমন এক কাজের জন্য আমন্ত্রণ জানানো যা ওয়েবকে সাহায্য করতে পারে। | 我们希望发起一项运动,让网络未来百年都维持开放,第一步是邀请各位,研发出有助网络的事物,这就是Drumbeat的宗旨,我们要以务实计划及地方活动,聚集聪明又有创意的民众,激发出宏观概念、解决问题、打造开放网络。 |
7 | এটাই ড্রামবিট-এর ব্যবহারিক প্রকল্প এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করা, যা বুদ্ধিমান ও সৃষ্টিশীল লোকদের জড় করবে, তাদের বড় মাপের চিন্তা, সমস্যা সামাধান এবং উন্মুক্ত ওয়েব নির্মাণের জন্য। | 在多项重点计划中,Universal Subtitles是个软体计划与全球社群,希望让每段网络影片都加上字幕,并翻译为各种语言;WebMadeMovies由RIP: The Remix Manifesto制作人Brett Gaylor发起,要转换在网络上制作及感受影片的体验;P2PU School of Webcraft则要透过新方式,教授及学习网络开发技能。 |
8 | উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ইউনির্ভাসেল সাবটাইটেল। | 2010年6月巴西圣保罗Mozilla Drumbeat活动照片,由本文作者拍摄 |
9 | এটি একটি সফ্টওয়্যার নির্মাণ প্রকল্প এবং ওয়েবে প্রতিদিন যে সমস্ত ভিডিও জমা পড়ে সেই সমস্ত বিদেশী ভাষার উপাখ্যান, শিরোনাম এবং অনুবাদ করার এক বিশ্ব সম্প্রদায়। | Drumbeat网站亦列出其他特别计划,Help me Investigate由群众进行调查报导,将调查程序拆解为无数片段,让志愿者能调查及确认新闻资讯。 |
10 | ব্রেট গেইলর-এর ওয়েবমেডমুভিস (আরআইপি: দি রিমিক্স মেনিফেস্টোর পরিচালক), এক সৃষ্টিশীল গবেষণার রূপান্তর, যে ভাবে আমরা ওয়েবে ভিডিও নির্মাণ এবং তার অভিজ্ঞতা লাভ করি, এবং পি২পিইউ স্কুল অফ ওয়েবক্রাফট যা ওয়েব ডেভেলপ বা উন্নয়ন-এর দক্ষতা লাভের জন্য নতুন এক উপায়, যার মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষা লাভ করা যায়। | |
11 | সাওপাওলোতে মোজিলা ড্রামবিট, জুন ২০১০, ছবি ডিয়োগো কেসেয়াস। | 其余计划列表请见此。 |
12 | মার্চ ২০১০ এ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মোজিলা ড্রামবিট-এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে। | Mozilla Drumbeat于2010年3月正式在巴西里约热内卢成立,除了招募民众在网络上进行这些计划,Mozilla亦鼓励各个团体在各地集会讨论开放网络。 |
13 | ওয়েবে এই প্রকল্পে কাজের জন্য লোকদের জড় করা ছাড়াও, মোজিলা দলটিকে স্থানীয় এলাকা ও শহরের মানুষদের সাথে মিলিত হবার জন্য উৎসাহিত প্রদান করেছে যাতে উন্মুক্ত ওয়েব নিয়ে আলোচনা করা যায়। | |
14 | এখন পর্যন্ত ব্রাজিলে ড্রামবিটের চারটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে: সাম্প্রতিকতম অনুষ্ঠানটি সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে [পর্তুগীজ ভাষায়] এবং দেশটির ১৩ বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এখানে জড় হয়েছিল: দেশের একেবারে দক্ষিণে আমাজানের গহীন থেকে লোকেরা এসেছিল। | |
15 | এ ছাড়াও প্যারিস, টরোন্টো এবং বুলগেরিয়ায় ড্রামবিটের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতীতের অনুষ্ঠান এবং সামনে আগত অনুষ্ঠান সম্বন্ধে তথ্য পাওয়া যাবে এই পাতায়। | 目前为止Drumbeat计划在巴西已举办四场活动,最近一次于圣保罗举行,吸引来自全国13个地区的与会者,从南部到亚马逊丛林深处均未缺席,其他包括巴黎、多伦多、保加利亚均有类似活动,过去及未来活动资讯请见此。 |
16 | একটি সীমাবদ্ধ ইন্টারনেট, উদ্ভাবনী ক্ষমতা এবং বাণিজ্যকে ধীর গতির করে ফেলতে পারে এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডকে নষ্ট করে ফেলে। ওপেন ওয়েবকে প্রযুক্তিগতভাবে ওয়েলেড গার্ডেন, রোডব্লক, গেটকিপারস, সেন্ট্রালাইজেশন নামক নিয়ন্ত্রণ উপাদান ও ব্যাক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রণ এর মাধ্যমে হুমকির মুখে ফেলা হয়। | 网络若是封闭,将会拖累创新与商务运作,也扼杀合作空间,无论是壁垒、路障、守门人、中央集权与缺乏隐私掌控,都会威胁到开放网络,Drumbeat为此希望与各种人及想法接触,以确保网络将永远开放及自由,欢迎各位成立新计划或加入现有计划! |
17 | এ কারণে ড্রামবিট এটিকে উন্মুক্ত করার জন্য এই সমস্ত চিন্তা করছে এবং ব্যক্তির কাছে যাচ্ছে, যাতে এটা নিশ্চিত করা যায় যে ওয়েব সব সময় উন্মুক্ত এবং স্বাধীন থাকে। | 自我揭露:本文作者为巴西Mozilla Drumbeat活动筹办单位成员。 |
18 | একটি প্রকল্প শুরু করুন অথবা এমন একটি প্রকল্পে যোগ দিন যা ইতোমধ্যে চালু রয়েছে! | 校对:Soup |