Sentence alignment for gv-ben-20091006-6839.xml (html) - gv-zhs-20091013-3972.xml (html)

#benzhs
1ইন্দোনেশিয়া: ভূমিকম্পের পরে মৃতের সংখ্যা বাড়ছে印度尼西亚:地震罹难人数节节攀升
2সম্প্রতি এক সংবাদে দাবী করা হয়েছে যে ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ জন ছাড়িয়ে গেছে এবং ধ্বংস স্তুপের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধার কার্যে সমস্যা দেখা দিচ্ছে।[本文英文版原载于>2009年10月2日] 最新报告指出,在印度尼西亚有超过1,100人丧生。
3ভূমিকম্পের প্রায় ২৪ ঘণ্টা পরেও এই শহরে বিদ্যুত নেই এবং মোবাইল ফোন ঠিকমতো কাজ করছে না:救难人员任务困难重重,持续援救尚困在残垣瓦砾中的几千个灾民。 地震发生至今已近24小时,目前城市电力中断,手机讯号微弱:
4আন্দ্রেপ্রামানা: @লাকিট্রাইআকবর আমি কোন সংবাদ পাচ্ছি না… পাদাং শহর ঘন কালো অন্ধকারে ডুবে রয়েছে..andrepramana @luckytriakbar:我没收到任何消息….
5মোবাইল ফোনে ঠিকমতো সংযোগ পাওয়া যাচ্ছে না।巴东一片黑暗…手机网络也一直中断。
6অনেক টুইটার ব্যবহারকারী যেমন নেংলিটা আত্মীয়দের খুঁজে বের করার জন্য টুইটার বার্তার উপর নির্ভর করেছে:许多推特用户,如nenglita,尝试透过其他推特用户协寻家属:
7নেংলিটা: দয়া করে, আমার চাচাতো ভাই ১৫ বছরের মুহাম্মদ সেপিতিয়ান পারডানা ও ১৩ বছরের মুহাম্মদ ইয়ুনিয়ারদিকে খুঁজে বের করতে সাহায্য করুন।nenglita:请帮我找15岁的Muhammad Septian Pradana,还有Muhammad Yuniardi今年13岁。
8তাদের বাসা, সেনডানা মাতা এয়ার স্ট্রিট, নং২, পাদাং।他们是我的表弟。
9রাষ্ট্রপতি ইয়োধোইয়োনো এবং তার ছয়জন মন্ত্রী এখন পাদাং-এ, তারা সেখানকার পরিস্থিতি ও জরুরী ত্রাণ ব্যবস্থার মূল্যায়ন করছে:他们住在巴东的Cendana mata air street街二号。
10ডেডিমাসপুত্রা: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আবার আঘাত হেনেছে।总统尤多约诺(Yudhoyono)和6名国务部长,目前在巴东评估情况,并协调紧急救援工作:
11রাষ্ট্রপতি সুসিলো বামবাং ইয়োধোইয়োনো পশ্চিম সুমাত্রায় দুই মাসের জন্য জরুরী অবস্থা জারী করেছেন।dedimasputra:印度尼西亚再次遭强震重创。
12বৃহস্পতিবার দুপুরে মিনাংকায়ু বিমান বন্দর পুনরায় খুলে দেওয়া হয়।苏希洛‧庞邦‧尤多约诺总统宣布西苏门答腊进入紧急状态两个月。
13কিন্তু এখানে আসতে চাওয়া যাত্রীর সংখ্যা বেশি হওয়া টিকেটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়।米南卡包国际机场在当地时间星期四中午已经重新开放。
14ইকনমি ক্লাশের প্রতিটি টিকেটের দাম গিয়ে দাড়ায় ৩ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপী (প্রায় ৩১১ ডলার‌)।但由于进港航班急速增加,机票价格已经飙升,目前经济舱座位要价高达三百万印度尼西亚盾(约311美元)。
15ডিনানইয়াডোনাল্ড: পাদাং বিমান বন্দর পুনরায় চালু হয়েছে, কিন্তু টিকেটের দাম ভয়াবহ।dinanyadonald:@sitita 巴东的国际机场重新开放,但是机票一票难求。
16আজ সকাল বেলা আমার চাচাত ভাই সেখানকার উদ্দেশ্য রওনা হয়েছে।我表哥今早正要赶过去。
17এই অবস্থায় বিমান বন্দর পুনরায় খুলে দেবার পর সরকারের পরিবহন মন্ত্রী স্থানীয় পত্রিকা ডেটিককে বলেন [ইন্দোনেশিয়ান ভাষায়], সরকার বাণিজ্যিক ও ভাড়া করা বিমান সংস্থাকে অনুরোধ জানিয়েছে মানবিক কারণে যেন তারা টিকেটের দাম স্বাভাবিক রাখে এবং যেন টিকেটের দাম স্বাভাবিক মূল্য ৯৬০,০০০ ইন্দোনেশিয়ান রুপী (প্রায় ১০০ আমেরিকান ডলার) ছাড়িয়ে না যায়।交通部官员跟当地新闻业者Detik表示[印度尼西亚语],为应对这个突发状况,政府已要求商业航空及私人航空业者,基于人道立场,设定票价时不高于标准的960,000印度尼西亚盾(约100美金)。
18বিধ্বস্ত এলাকায় সাহায্য এবং স্বেচ্ছাসেবক পাঠানো ইন্দোনেশিয়া ও তার প্রতিবেশী দেশ ফিলিপাইনসের জন্য একটা বড় চ্যালেঞ্জ।运输救灾物资及志工到灾区更是一大挑战,尤其对群岛国家而言,如印度尼西亚及邻国菲律宾。
19ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অনেক সেনা বিস্তীর্ণ এলাকা জুড়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছে।上千印度尼西亚部队已经投入寻找失踪人员的任务。
20টুইটার ইউনিট বা দল বিশেষ সেচ্ছাবেসীদের সবাইকে পাদাং এ সাহায্যের জন্য নিয়োজিত হবার জন্যে একত্র করছে:推特用户同心协力召集专业志工前往巴东:
21@চিয়ারনিজিক: যদি আপনি পাদাং-এ সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান তাহলে দয়া করা আগামীকাল সকাল ৮ টায় আমার সাথে যোগাযোগ করুন।@chairanijk:推特小兵们,如果想前往灾区当志工,请跟我连络。
22ডাক্তার এবং প্যারামেডিকের প্রয়োজন, ধন্যবাদ।明早八点出发。
23রিসিয়াদরুসদি: পাদাং- এর জন্য কেউ কি স্বেচ্ছাসেবক হতে আগ্রহী?医生及救护人员优先参与,谢谢。
24যারা আগ্রহী, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন।RisyadRusdi:有人要去巴东当志工吗?
25হালিম (লেখকের টীকা: সামরিক বিমান ঘাটি) থেকে ব্যক্তিগত ভাড়া করা বিমানে আমরা আগামীকাল সকাল ৮ টায় সেখানে রওনা দিচ্ছি।要去的人,请跟我联络,我们明早八点在Halim(作者注:军用机场)搭副总统的专机过去。http://myloc.me/QKHT
26ফেসবুকে দেয়া পালাং মেরাহ ইন্দোনেশিয়ার (পিএমআই- ইন্দোনেশিয়ার রেডক্রস) সংবাদ অনুসারে, এই ঘটনায় ৫২৯ জন মারা গেছে এবং এলাকার প্রায় ৮০ শতাংশ বাড়ি ও জন গুরুত্বপুর্ণ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এই ভূমিকম্পের শিকার ব্যক্তিদের জন্য অনেক তাবু প্রয়োজন।根据印度尼西亚红十字会(PMI)在Facenook上的报告,已经发现529人罹难,80%的房子跟公共建设损毁。 目前地震灾民需要更多帐篷。
27বৃহস্পতিবার আরো দুবার ভূকম্পন অনুভূত হয়:周四还有两个有感地震
28একই সংবাদে পিএমআই জানাচ্ছে যে বৃহস্পতিবার সকালে জাম্বি প্রদেশে রিখটার স্কেলে ৭.同一个报告中,PMI也表示,占碑省在周四上午发生地震级数达到李氏地震分等标准七级。
29০ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়।占碑火山地震损毁四个村庄里约500栋房舍。
30জাম্বির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পে চারটি গ্রামের ৫০০ ঘরবাড়ি ক্ষতি হয়েছে এবং একজন মারা গেছে ও কয়েকজন আহত হয়েছে।有一人罹难,多人受伤。
31উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানান্দোতে বহস্পতিবার সকাল ৮ সময় এক ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.周四上午约8点,在北苏拉威西省首府马那多,也测量到地震级数达到李氏地震分等标准5. 5级。
32৫। সমুদ্রের নীচে তৈরি হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টাহুনা সমুদ্রে যা ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত।这个震央在海底,位于印度尼西亚东部的Tahuna Sea。 一直到周四晚间,占碑和北苏拉威西的灾情报导仍相当少数。
33বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জাম্বি ও পূর্ব সুলায়েসির সংবাদ ছিল বেশ ভীতিকর।校对:Soup