# | ben | zhs |
---|
1 | ব্রাজিল: ১০০ বছরের দাদি তার প্যারাসুট ঝাঁপের স্বপ্নকে বাস্তবে রুপ দিলেন | |
2 | স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়, এমনকি যদি সেটা শতবর্ষে পা দেবার পর প্রথমবার প্যারসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ার মত ঘটনা হয়। | |
3 | ১৯ ডিসেম্বরে আইডা জেমাক মেন্ডেজ, যিনি ভো আইআআইআ (দাদি আইআআইআ) নামে পরিচিত, তিনি সফলতার সাথে ৮,০০০ ফুট উচ্চতা থেকে সেই শহরের উপর লাফিয়ে পড়েন, যে শহরে তিনি ১৯৫৯ সাল থেকে বাস করছেন। | |
4 | এই শহরের নাম মাকাপা। | |
5 | এটি ব্রাজিলের অম্পাপা প্রদেশের রাজধানী। আমি আকাশে উড়তে চাই। | 巴西:百岁人瑞的跳伞梦 |
6 | যাতে আমি অনুভব করতে পারি যে, আমি ঈশ্বরের কাছাকাছি আছি। ছবি আলসিনেয়া কাভালকানটের তোলা, তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে। | 纵然到了一百岁才要初次尝试跳伞,美梦成真也永不嫌迟,Aida Gemaque Mendes(或称伊亚奶奶Granny Iaiá)在12月19日时,成功从8000英尺的高空跳下,从空中俯瞰她自1959年便居住至今的巴西Amapá州首府Macapá。 |
7 | লাফ দেবার জন্য চার ঘন্টা অপেক্ষা করার পর ভো আইআআইআ হাস্য কৌতুক বলা শুরু করেন। | 「我想在空中漫步,离上帝更近一些」,照片来自Alcinéa Cavalcante,经许可后使用 |
8 | সে সময় তিনি জীবনের অনেক ঘটনা স্মরণ করেন এবং তার আত্মীয় ও বন্ধুদের কথা, যারা তার এই কাজকে সমর্থন করেছে। | |
9 | তাদের নিশ্চিন্ত করেন যে, তিনি খুব খুশি এবং আদৌ ভীত নন। এই ঘটনার উপর নজর রাখছিলেন ব্লগার আলসিনেয়া কাভালকানটে [পর্তুগীজ ভাষায়]। | 在等待跳伞的四小时中,伊亚奶奶有说有笑,回忆自己的人生故事,还不断安抚到场支持她的亲友,向她们保证自己很快乐、毫不恐惧,博客Alcinéa Cavalcante也在一旁,用照片记录准备过程及着地后的画面,也访问这位英雄奶奶: |
10 | তিনি তার প্রস্তুতির সমস্ত তথ্য সংগ্রহ করছিলেন এবং লাফ দেবার পরের সকল ঘটনার তিনি ছবি তুলেছিলেন। | |
11 | এরপর তিনি এই বীর দাদির সাক্ষাৎকার নিয়েছেন: মাটিতে পা ফেলার পর দাদি আইআআইআর মুখে পৃথিবীর সবেচেয়ে সুখী মানুষের চেহারা ফুটে উঠেছিল। | 她至11月便满百岁,依然跳舞、步行,也玩排球、篮球和足球,「我最喜欢跳舞,最最最喜欢跳舞了」,她边说边扭动身体,眼神闪闪发亮。 |
12 | তিনি তার হাত আকাশের দিকে তুলে ধরেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। | |
13 | তিনি এক সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি বলেন, “এটা ছিল খুবই ভাল এক লাফ” এটা “সত্যিই ছিল এক অসাধারণ ব্যাপার”, সবচেয়ে বড় বিষয়, এতে তিনি একটুও ভয় পাননি, “তার কানে কেবল এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা ছিল শক্তিশালী বাতাসের অনুভূতি”। | |
14 | তিনি আবার আকাশ থেকে এ ধরনের লাফ দিতে চান। | 她的人生还有缺憾吗? |
15 | ঝাঁপ দেবার জন্য প্রস্তুত। ছবি আলসিনেয়া কাভালকানটের তোলা, তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে। | 其实还有一件事,她还未曾尝试跳伞,而她昨天便在Macapá完成这项壮举,「我想在空中漫步,离上帝更近一些」,奶奶说。[ …] |
16 | এমানুয়েল কোস্টা [পর্তুগীজ ভাষায়] দাদির শতবর্ষের জীবনের উপর এক আলোক ফেলেছেন এবং তিনি জানাচ্ছেন কি ভাবে এই দাদির স্বপ্ন সত্য হল। | |
17 | এটা তার নাতি জোসিভাল্ডো ডস স্যান্টোসের তরফ থেকে বড়দিনের এক উপহার: | |
18 | এই প্রস্তাব গ্রহণ করার পর দাদি আইআআইআকে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। | |
19 | এটি তাকে করতে হয় তার অনেক বন্ধু, আত্মীয় এবং সাংবাদিকদের সামনে। | |
20 | মিজ ( জনাবের ইংরেজী স্ত্রী লিঙ্গ) আইডা জেমাক মেন্ডেজ কৃতিত্বের সঙ্গে সব পরীক্ষায় উত্তীর্ণ হন। | |
21 | লাফ দিয়ে উন্মুক্ত অবস্থা থাকা পর্যন্ত তার সময় লেগেছিল ১৩ সেকেন্ড এবং উপরে তিনি ভেসে বেড়িয়েছেন ১৫ মিনিট। | |
22 | এখন দাদি আইআআইআর নাম গিনেস বুক অফ রেকর্ডে উঠে যাবে। তিনি হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্কা নারী যিনি প্যারাসুট লাফ দিয়েছেন। | 着地时,伊亚奶奶有着全世界最幸福的模样,她高举双手感谢上帝,她在记者会上表示,「真的很愉快」,「感觉很酷」,她说没感觉到一丝害怕,只是「耳朵因为强风而觉得有些怪」,而且还想再跳一次。 |
23 | তার এই অর্জন তাকে গিনেস বুক অফ রেকর্ডের নাম উঠানোর যোগ্য বানিয়ে দিয়েছে। | |
24 | এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্কা যে নারীটি প্যারাসুট নিয়ে লাফ দিয়েছিল তার নাম এনকারনাকাও অলিভাস। | |
25 | যখন তিনি প্যারাসুট নিয়ে লাফ দেন তখন তার বয়স ছিল ৮২ বছর। | 准备起飞,照片来自Alcinéa Cavalcante,经许可后使用 |
26 | তিনি ১৯৯২ সালে এয়ারপোর্ট অফ মারিলিয়া (সাও পাওলোর বিমান বন্দর) থেকে তার এই ঐতিহাসিক প্যারাসুট লাফ দেন। | |
27 | তবে এই রেকর্ড দুই বছর পর ভেঙ্গে যায়। গাভিন [পতুর্গীজ ভাষায়] নোটিসিয়াস ডাকুই ব্লগের একজন পাঠক। | Emanuel Costa简介伊亚奶奶的百年人生,以及他的孙子Josivaldo dos Santos当跳伞当做圣诞礼物,让她能够实现梦想: |
28 | তিনি এই ব্লগের মন্তব্য বিভাগে এক বেদনাদায়ক সংবাদ জানিয়েছেন। | |
29 | বাস্তবতা হচ্ছে যে ভোও আইআআইআ বিশ্বের সবচেয়ে বয়স্কা টেনডেম প্যারসুট জাম্প বা প্যারাসুট লাফ দেওয়া (নারী) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম অর্ন্তভূক্ত করতে পারছেন না, এখনো নয়। | |
30 | ( টেনডেম প্যারাসুট জাম্প একজনের পেছনে আরেকজন প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়া)। | |
31 | খুব সামান্যের জন্য মিজ আইআআইআ গিনেস বুকে নিজের নাম উঠানোর যোগ্যতা হারিয়েছেন। | |
32 | টানডেম প্যারাসুট জাম্প বা একের পর এক প্যারাসুট লাফ দেবার ক্ষেত্রে সবচেয়ে বয়স্ক যে নারীর নাম জানা যাচ্ছে তার নাম এসট্রিড গ্রিটসেন ( তিনি এক নির্দেশককে সাথে নিয়ে লাফ দেন)। | |
33 | এই দাদির বাড়ি ডেনমার্ক। যখন তিনি সফলতার সাথে প্যারাসুট লাফ দিয়ে মাটিতে নামেন তখন তার বয়স ছিল ১০০ বছর ৬০ দিন। | 伊亚奶奶在1909年11月20日生于Pará州Chaves市一个农庄里,她一直梦想能有机会跳伞,但直到身为跳伞选手的孙子问她,是否真的有勇气一试,这个美梦才有了成真的机会。 |
34 | ৩০ সেপ্টেম্বর ২০০৪ সালে এই ঘটনা ঘটে। | |
35 | যেহেতু ২০ অক্টোবর ২০০৯ এ মিজ আইআআইআ শতবর্ষে পা রাখেন [সম্পাদকের ভাষ্য: মিজ আইআআইআর জন্মদিন আসলে নভেম্বরে], এ কারণে তিনি সামান্য কয়েকদিনের ব্যবধানে এই রেকর্ডে নিজের নাম লেখাতে পারলেন না। | |
36 | কিন্তু তারপরেও তিনি এক উন্নত এবং উৎসাহজনক কাজ করে দেখালেন। তাকে অভিনন্দন! | 伊亚奶奶迎向这个挑战后,先接受一连串的医学检验,终于在众多亲友、多位记者面前完成壮举,自由落体状态共维持13秒,之后在空中滑行共15分钟。 |
37 | আইআ ভাভাকে আলিঙ্গন করছে। ভাভা, তার নাতি যে কিনা এই তাকে এই লাভ দেবার ব্যবস্থা করে দেয়। | 如今伊亚奶奶可能登上金氏世界记录,成为全球最年长的跳伞者,先前记录保持人是82岁的Encarnação Olivas,她在1992年于巴西圣保罗的Marília机场上空纵身一跃,缔造了世界记录。 |
38 | লাফের পরেই তিনি তার নাতিকে আলিঙ্গন করেন। ছবি আলসিনেয়া কাভালকানটের তোলা, তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে। | 不过这个记录在两年后就被超越,Gavin在Notícias Daqui博客留言,惋惜伊亚奶奶没能登上金氏世界记录,至少目前还没有: |
39 | ভো আইআআইআর দেওয়া লাফ অনেক ব্লগারকে এক ধারণা দিয়েছে যে তারা বড়দিনে তাদের দাদিদের কি উপহার দেবে। যেমন এমারসন বাতিস্তা [পর্তুগীজ ভাষায়] এই ধরনের লাফ বড়দিনে তার দাদিকে উপহার হিসেবে দিতে চান। | 伊亚奶奶以些微之差,没能进入金氏世界记录,在全球最年长女性(附指导员)跳伞项目中,记录保持人是丹麦的Estrid Geertsen,她在2004年9月30日跳伞时,年龄是100岁又60天,因为伊亚奶奶在10月20日才满百岁(编辑注:她的确实生日是在11月), 离打破记录还有几天之差,不过她的表现仍令人赞赏,恭喜她! |
40 | তিনি খানিকটা মজা করে ব্লগ করেছেন: আমি চিন্তা করছিলাম বড়দিনে দাদির জন্য আমি কি কিনতে পারি। | 伊亚奶奶在着陆后,拥抱为她筹画跳伞的孙子,照片来自Alcinéa Cavalcante,经许可后使用 |
41 | এখন আমি প্যারাসুট ও বাঙ্গি ( কোন খাঁড়া স্থান থেকে পায়ে রশি বেঁধে লাফ দেওয়া) লাফের মধ্যে ঝুলে আছি। | |
42 | আমি এই বিষয়টি নিয়ে আরেকটু ভাবতে চাই। …… লাফ দেবার পরে দাদি আইআআইআ বলেন, “ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এটা খুব ভালো ছিল”। | 许多博客先前都苦思,该为祖母准备什么圣诞礼物,伊亚奶奶的例子也令他们有所启发,例如Emerson Batista便半开玩笑地说: |
43 | আমি কল্পনা করি তার ধন্যবাদ কেবল লাফের প্রতি ছিল না, দাদি আইআআইআ প্রচুর ধন্যবাদ প্রদান করেছে……. | |
44 | আইআআইআ এখন অন্য সব স্বপ্ন পুরণ করার পরিকল্পনা করছে। তিনি এখন শিখছেন কি ভাবে সাইকেল চালাতে হয় এবং এমনকি তিনি এখন মোটরসাইকেল চালানো শিখছেন। | 我先前在想,究竟该为祖母买什么圣诞礼物,如今我在跳伞与高空弹跳之间犹豫不决,也许有些太夸张了…伊亚奶奶完成跳伞后说:「感谢上帝,太愉快了」,我想她的喜悦应该不只是跳伞,还有许多值得感谢之事… |
45 | তিনি এই বয়সেও এসব কাজ করার মত শক্তিশালী এবং স্বাস্থ্যবান- এই বয়সে তিনি চশমা ছাড়াই সব দেখতে পান। তিনি এখনো প্রাণপ্রাচুর্য ও জীবনীশক্তিতে ভরপুর। | 伊亚奶奶现在准备实现其他梦想,例如学习骑单车,或甚至学会骑摩托车,她的难得之处不只是年龄与健康(甚至不需戴眼镜读书),更因为她充满活力与能量,她在跳伞前接受电话访问,Altino Machado问她为何能如此长寿与充满勇气,她回答: |
46 | এই লাফ দেবার আগে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার লম্বা জীবনে ও এই সব সাহসী কর্মের কারণ ব্যখ্যা করেন। | |
47 | তিনি আলটিনো মাচোদাকে বলেন [পর্তুগীজ ভাষায়]: কাজ, যখন আমি তরুণী ছিলাম, সে সময় আমি কঠোর পরিশ্রম করেছি। | 工作,我在年轻时非常努力工作,现在虽然年老,所有事物对我仍很新鲜。 |
48 | এখন এই বৃদ্ধ বয়সে আমি যে কোন কাজ করার মত তরুণী অবস্থাতেই রয়ে গেছি। ১০০ বছরেও এক তরুণী। | 百岁仍常保年轻的心,照片来自Alcinéa Cavalcante,经许可后使用 |
49 | ছবি আলসিনেওয়া কাভালকানটের তোলা, তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে। | 校对:Soup |