# | ben | zhs |
---|
1 | গ্রীস পুড়ছে আমরা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই খবরটি শুনেছি: গ্রীস আগুনে জ্বলছে। | 希腊:山林大火熊熊 |
2 | আজ আগুন ছড়িয়েছে প্রাচীন শহন অলিম্পিয়াতে, যেটি অলিম্পিকস ক্রীড়ানুষ্ঠানের জন্মভূমি। | 原文作者:Yazan Badran |
3 | এখানে অবস্থিত অলিম্পিয়া যাদুঘরে গ্রীসের নামকরা প্রত্নতাত্বিক সংগ্রহগুলো রাখা আছে। | 各位现在应该都已从新闻得知希腊山林大火消息,今日火势已蔓延至奥林匹亚古城,这里不仅是奥林匹克运动会的发源地,收藏诸多珍宝的奥林匹亚博物馆亦座落于此。 |
4 | আগুনের কবলে এথেন্স (ছবি: ফ্লিকার ব্যবহারকারী আলেফবেতাকের সৌজন্যে) | Flickr用户alefbetac的雅典火光照片 |
5 | এথেন্সের চারদিক যখন আগুনে পুড়ছে গ্রিক ব্লগোস্ফীয়ার এনিয়ে আলোচনা করছেন। এলাস ডেভিল শুধু একটি নামকরা গ্রীক দৈনিকের একটি হেডলাইনেরই পুনরাবৃত্তি করেছেন: | 此刻雅典周遭地区大火仍在延烧,希腊博客也有些记录,EllasDevil只写下主要报纸《Kyriakatiki Eleftherotypia》的标题: |
6 | হেডলাইনটি অনুবাদ কররে দাড়ায় “আমরা বাকরুদ্ধ” | 报纸标题写着:「无言以对。」 |
7 | গ্রীসে বাসরত একজন আমেরিকান নাগরিক তার ক্যালীফোর্নিয়াক্যাট ব্লগে কি হচ্ছে তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরছেন। | |
8 | তিনি আরও লিপিবদ্ধ করেছেন উল্লেখযোগ্য অগ্নিকান্ডগুলোর তালিকা, এগুলোর পেছনের ঘটনা এবং মানুষ কি করে সাহায্য করতে পারে: | |
9 | ১) শুকনো ঘাস, পাতা বা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় কখনও সিগারেটের টুকরো ফেলবেন না - অনেক বনের আগুন এভাবেই শুরু হয়েছে। | |
10 | ২) ময়লা পোড়াবেন না ৩) রান্নার চুলোর আগুন যেন নিয়ন্ত্রনে থাকে এদিকে খেয়াল রাখবেন। | |
11 | জ্বলন্ত কয়লা বা ছাইয়ের দিকে লক্ষ্য রাখবেন কারন এগুলো হাওয়ায় ছড়িয়ে শুকনো পাতা বা ঘাসের সংস্পর্ষে আসতে পারে। | |
12 | ৪) বৈদ্যুতিক খুঁটি ও তারের কাছের গাছ কাটার জন্যে স্থানীয় মিউনিসিপালিটির কাছে অভিযোগ করুন। ৫) প্রতিফলনকারী আয়নাকে সুর্যালোক থেকে দুরে রাখুন। | 居住于希腊的美国人CaliforniaKit提供现况的全面性报导,列出主要火场、相关发展,以及人们能做些什么。 |
13 | ৬) গ্রামান্চল বা লোকালয় থেকে দুরের বাড়ীতে অগ্নিনির্বাপক সরন্জাম রাখুন: ফায়ার এক্সটিন্গুইশার, একটি পানির আধার হোস/পাম্পসহ, পশমের কম্বল, ঝাড়ু, মই, বুট এবং প্রাথমিক চিকিৎসার সরন্জাম। ৭) কিছু লোক তাদের দরকারী ও মুল্যবান সম্পদ বা কাগজপত্র অগ্নিরোধক সিন্দুকে রাখেন। | 第一,开车时或行经干草堆、废纸堆或树林时,别将未熄灭的烟蒂随手乱扔,许多山林大火皆由此而生;第二,别放火烧垃圾;第三,随着注意煮食用火,小心可能四散的烟灰、煤火飘至草木引发火灾;第四,不时通报地方政府修剪树枝或清除枯枝,以免与电线接触产生火苗;第五,别让镜面直对阳光;第六,乡村或偏远地区住家应备灭火器、储水、水管、羊毛毯、梯子、钉耙、扫帚、靴子与急救箱,有些人也会将重要文件、照片与贵重物品放入防火保险箱以防万一。 |
14 | অগ্নিনির্বাপনকারী রাশিয়ান হেলিকপ্টার (ছবি: ফ্লিকার ব্যবহারকারী এনএক্সডিএক্স) | |
15 | এথেনা ব্লগের টিনা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এবং দুস্কৃতিকারীদের জন্যেই এই দুর্বিপাকের জন্যে দায়ী। | |
16 | গত দুই দিন ধরে আমি অন্যান্য গ্রীকবাসীর জন্যে গ্রীসের সব অগ্নিকান্ডের খবর রাখছি। | |
17 | আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ও রাগ হচ্ছে। | Flickr用户nkdx的俄制消防直升机照片 |
18 | আমার কষ্ট হচ্ছে এতগুলো মানুষ মরল তার জন্যে, এই পুড়ে যাওয়া বনগুলোর জন্যে, চিরতরে হারিয়ে যাওয়া ইকোসিস্টেমের জন্যে। | |
19 | এই ‘ইকোলজিকাল ডিজাস্টার' গ্রীস বা মধ্য সাগরের অন্য অন্চলে আগে দেখা যায়নি। | |
20 | আমি রাগান্বিত হচ্ছি এবং বিষ্মিত হচ্ছি। | Athena的Tina认为是全球暖化与纵火犯造成这场灾难。 |
21 | গত কয়েকদিন আমি এইসব অগ্নিকান্ডের পেছনে বেশ কটি সম্ভাব্য কারন শুনেছি: দুস্কৃতিকারীদের দ্বারা অগ্নিকান্ড অধিক উচ্চারিত কারন। মনে হচ্ছে অনেক লোকেরই মূল উদ্দেশ্য গ্রীসকে ধ্বংস করা। | 这两天我和所有希腊民众同样关注森林大火,我感到哀痛又愤怒,我为生命、森林、生态系的浩劫与损失而哀痛,这对希腊与地中海地区都是史无前例的重大生态灾难;我也同时愤怒与惊讶,这几天我听到许多火灾的起因,其中纵火者是最大的嫌疑犯,许多人似乎以摧毁希腊为乐,我也相信许多火灾是因他们而起,但我更意外社会并不认为一切是因气候变迁与全球暖化而起。 |
22 | এই সম্ভাবনাটাকে আমি উড়িয়ে দিচ্ছিনা। | betabug则从雅典住家提供火灾第一手观察: |
23 | কিন্তু আমি বিষ্মিত হচ্ছি যে কোথাও আমি এর চেয়ে যুক্তিযুক্ত কারন খুঁজি পাইনি: ‘আবহাওয়ার পরিবর্তন' বা ‘গ্লোবাল ওয়ার্মিং'। বেটাবাগ অগ্নিকান্ড নিয়ে তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেছেন এথেন্সে তার বাসা থেকে: | 紧邻雅典的地区又出现森林大火,消防直升机不断在天空中穿梭,我们在阳台上看到数架Canadair、俄制Beriev与直升机,四处烟雾弥漫,我们可以确定Ymittos地区有火灾,天空中还有带黄色的巨大云层,已分不清是烟还是一般云朵。 |
24 | এথেন্সের চারপাশে বনগুলো আগুনে জ্বলছে। | Flickr用户nkdx的Evia地区森林火灾烟雾照片 |
25 | অগ্নিনির্বাপক প্লেনগুলো আমার বাড়ীর উপর দিয়ে গুন্জন করে চলে যাচ্ছে। | |
26 | আমরা ব্যালকনিতে গিয়ে কয়েকটি ক্যানাডা এয়ারের প্লেন, একটি রাশিয়ান বেরেভ এবং একটি হেলিকপ্টার দেখলাম। | |
27 | চারদিকে প্রচুর ধোঁয়া এবং ইমিত্তোর আগুন (যা আমরা পষ্ট দেখতে পাচ্ছি) ছাড়া একটি বিশাল হলুদ মেঘ দেখা যাচ্ছে যেটি আগুনের ধোঁয়া না মেঘ সেটা বোঝা যাচ্ছে না। | |
28 | ইভিয়ার বনের আগুন থেকে ধোঁয়ার মেঘ (ছবি: ফ্লিকার ইউজার এনএক্সডিএক্স) | |