Sentence alignment for gv-ben-20110326-16477.xml (html) - gv-zhs-20110321-8235.xml (html)

#benzhs
1সিরিয়া: সারা দেশে বিক্ষোভ, দারা'আ শহরে ৬ জন নিহত হবার সংবাদ পাওয়া গেছে এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।叙利亚:各地抗争、六人死亡
2সারা মধ্যপ্রাচ্য জুড়ে যে গণজাগরণের উত্থান, সিরিয়া তাতে সম্প্রতি যোগদান করেছে।
3যখন এর আগে ৫ ফ্রেব্রুয়ারি তারিখে ডাকা বিক্ষোভ ব্যর্থ হয়েছিল, তখন ১৫ মার্চে আবার নতুন করে রাস্তায় বিক্ষোভে প্রদর্শন করার আহ্বান জানানো হয়, যা দেশটির বিভিন্ন শহরে শত শত লোককে হাজির করতে সমর্থ হয়, এই সব শহরের মধ্যে দামেস্ক এবং আলেপ্পোর মত শহর রয়েছে। যদিও বিক্ষোভে হাজির হওয়া নাগরিকদের সংখ্যা হয়ত সামান্যই, কিন্তু তা সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে, যেখানে সরকার বিরোধী বিক্ষোভের কথা শোনা যায় না, এবং এখানে যে কোন ভিন্নমতের লক্ষণকে কঠোর হস্তে দমন করা হয়।在这波中东抗争潮,叙利亚是最新加入的国家,前次于2月5日的抗争行动失败后,3月15日再次号召走上街头,在首都大马士革(Damascus)及 亚雷波(Aleppo)等地,共出现数百人上街抗议,数字或许不高,但在国内却创下重要先例,因为叙利亚从未听说过去有任何反政府抗争,政府也总是以铁腕 消灭任何异议迹象。
4১৬ মার্চে, প্রায় ১৫০ জন নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নিজস্ব মতামত ব্যক্ত করার কারণে বন্দী নাগরিকদের মুক্তির দাবীতে বিক্ষোভ করছিল, উক্ত বিক্ষোভে এইসব বন্দীদের পরিবারও অংশগ্রহণ করে। প্রচণ্ড হামলার মাধ্যমে এই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং প্রায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়।3月16日,大约150人在内政部前抗议,要求释放“良心犯”(prisoners of conscience),家属亦参与活动,抗争民众遭到暴力驱离,也有38人遭到逮捕。
5এর শিরোনাম পাঠ করুন: ১৫ মার্চ,২০১১। সিরিয়াকে মুক্ত কর, ৪৮ বছর ধরে চলা অন্যায় এবং স্বৈরশাসনের হাত থেকে।“2011年3月15日,解放叙利亚,48年的不公义与独裁”
6আজ, সারা দেশ জুড়ে বিশাল এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভটি অনুষ্ঠিত হয় দারা'আ নামক এলাকায়।3月18日,国内各地出现规模更大的抗议活动,其中最大者位于首都南方100公里的达拉(Dara'a),政府依然采取强力镇压,据报导,共有6人身亡、约50人受伤。
7এটি রাজধানী দামেস্কের দক্ষিণে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দুরে অবস্থিত একটি শহর।@Okbah指出:
8সেখানে বিক্ষোভকারীদের উপর ভয়াবহ হামলা চালানো হয় এবং সংবাদে জানা গেছে যে ৬ জন ব্যক্তি নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। সিরিয়ার ব্লগার @ওকাবাহ টুইটারে সংবাদ প্রকাশ করেছে যে:达拉医院一名医师向Mohammad Al Abdallah证实,6人到院时已死亡,还有50名伤患,照片后补。
9দারা'আ হাসপাতালের এক ডাক্তার মোহাম্মেদ আল আবদাল্লাহর কাছে নিশ্চিত করেছে যে ছয়জন ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং ৫০ জন ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে।
10নীচের ভিডিওটি দারা'আ-এর বিক্ষোভের দৃশ্য তুলে ধরছে, যেখানে লোকজন স্লোগান দিচ্ছে “ যারা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারাই চোর”।以下影片记录达拉地区的抗议行动,人们高喊“独裁者是小偷”。
11@ওকাবাহ এর সাথে যোগ করেছেন:@Okbah还提到:
12যদি আজ নিহত হওয়া তাদের সন্তানদের হত্যার দায়িত্ব রাষ্ট্রপতি না নেয়, তাহলে দারা'আ-এর আদিবাসী গোষ্ঠি হুমকি প্রদান করেছে যে, সেক্ষেত্রে তারা সেই শহরে অবস্থিত সকল সেনা এবং নিরাপত্তা বাহিনীর দপ্তর জ্বালিয়ে দেবে।达拉地区的部落人士扬言,若总统不惩处杀害他们儿子的凶手,就要烧毁当地所有军方及国安单位总部。
13সিরিয়ার একজন একটিভিস্ট, যে মারাথ আউমরান নামে পরিচিত, সে নিশ্চিত করেছে, ইতোমধ্যে হামলা চালানো শুরু হয়ে গেছে:署名Malath Aumran的叙利亚社运人士证实已开始出现破坏行动:
14আমার এক বন্ধু জানাচ্ছে: দারা'আ-এর প্রধান রাজনৈতিক নিরাপত্তা বিভাগের দপ্তর যা আতেফ নাজিবে অবস্থিত, সেখানে হামলা চালানো হয়েছে #সিরিয়া朋友来电:达拉地区政治安全部主管Atef Najeeb的办公室遭攻击。
15যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ার একটিভিস্ট আম্মার আবদুলহামিদ বলছে:在美国的叙利亚社运份子Ammar Abdulhamid表示:
16#সিরিয়া, আনুষ্ঠানিক ভাবে বলা যায়, এটা একটা বিপ্লব। সংঘর্ষ চলছে#দেরা,#হোমস,#দামাস্কাস,#বানইয়াস,#হাসাকে,#দিয়ার আজোর, #হামা, ইত্যাদি,# মার্চ১৫إنها الثورة叙利亚已正式进入革命期,冲突在达拉、Homs、大马士革、Banyas、Hassakeh、Deir Azzor、Hama等地爆发。
17নীচের ভিডিওটি দেখাচ্ছে যে বিক্ষোভকারীদের উপর পানি ছিটানোর জন্য ফায়ার বিগ্রেডের গাড়ি ব্যবহার করা হয়েছে:这段影片拍下政府使用消防车向抗议民众洒水:
18ফেসবুকে সিরিয়ার বিপ্লব নিয়ে তৈরি করা এক পাতায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে বেশ কয়েকটি হেলিকপ্টারকে দারা'আর আকাশে উড়তে দেখা গেছে এবং তাদের মতে শহরটি নিরাপত্তা ঘেরে বন্দী হয়ে রয়েছে, এবং সেখানে হাজার হাজার সেনা সদস্যেকে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। এছাড়াও সেই ফেসবুকের পাতার সূত্রানুযায়ী, নিরাপত্তা রক্ষা কাজে ব্যবহৃত ছয়টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই সব ব্যক্তির দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করছে, যারা এই হামলায় নিহত হয়েছে।Facebook网站上的“Syrian Revolution”(叙利亚革命)页面报导,达拉地区天空中出现数架直升机,并指出当地受到国安单位封锁,还有数千军力进驻,该页面亦提到,6部安全单位车辆遭焚毁,政府企图藏匿镇压罹难者的遗体。
19এই ছবিটি দেখাচ্ছে যে দারা'আর পৌরসভার স্টেডিয়ামে একটি হেলিকপ্টার অবতরণ করছে।这张照片拍到一架直升机即将降落在达拉体育场
20নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যদের এটা একটা সাধারণ অভ্যাস, তারা হাসপাতালে প্রবেশ করে এবং ডাক্তারদের নিহত ব্যক্তির মৃত্যুর সনদপত্রে মৃত্যুর কারণ পাল্টাতে বাধ্য করে, তারা বলে যে সনদপত্রে যেন লেখা হয়, যারা গুলিতে নিহত হয়েছে, তাদের মৃত্যুর কারণ আসলে সড়ক দুর্ঘটনা।军方与国安单位也常闯入医院,强迫医师更改死亡证明书上的死因,指称死者是因交通事故去世。
21যখনই কোন তাজা সংবাদ পাব তখনই আমরা সেই সংবাদ প্রচার করতে থাকব।全球之声将继续收集各项消息。