# | ben | zhs |
---|
1 | সিরিয়া: নাগরিক ভিডিও দারা’আ শহরের বিভৎস ঘটনার দৃশ্য তুলে ধরছে | 叙利亚:恐惧笼罩德拉 |
2 | এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 德拉的抗议群众持续遭到镇压,死亡人数不断上升,市民自行拍摄并上传影片至最近叙利亚刚刚解禁的 Youtube 网站。 |
3 | যখন দারা'আ নামক এলাকায় বিক্ষোভকারীদের হামলা চালানোর ঘটনা চলছিল এবং সেখান থেকে আরো মৃত্যুর সংবাদ আসছিল, তখন শহরের নাগরিক সাংবাদিকরা (সিটিজেন রিপোটার্স) সে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে এবং সেগুলোকে ইউটিউবে উঠিয়ে দিচ্ছিল। | 2011 年三月廿三日上传的这些影片纪录了叙利亚南部城市德拉的暴力镇压。 |
4 | সম্প্রতি সিরিয়ায় এই সব ভিডিওর উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। | 警告:部份影片含有极度暴力内容。 |
5 | এই সব ভিডিও যা ২৩ মার্চ,২০১১ তারিখে উঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সিরিয়ার দক্ষিণের শহর দারা'আর নাগরিকদের উপর চালানো ভয়াবহ হামলার দৃশ্য তুলে ধরছে। | 在这段由 Youtube 使用者 SHAMSNN 上传,极度暴力的影片中,市民为一名应是遭到枪击的年轻人呼叫救护车。 |
6 | সতর্কতা:: নিচের ভিডিওগুলির কয়েকটি প্রচণ্ড পীড়াদায়ক ও বিভৎস। | 一开始有三人躺在地上,接下来镜头转动,其他伤者也出现在画面中。 |
7 | এই প্রচণ্ড পীড়াদায়ক ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছেন ব্যবহারকারী শামসএনএন। | 背景可以听见更多枪声,镜头接着拍摄了几名重伤者的特写。 |
8 | যখন ধারণা করা হয় যে এক তরুণের শরীরে গুলি লেগেছে, নাগরিকরা একটি অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান জানাচ্ছিল। | 在这段也是由 SHAMSNN 上传的影片中,市民在枪声中将躺在路上的伤患搬到安全的地方: |
9 | ক্যামেরায় প্রথমে দেখা গেল যে তিনজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, কিন্তু এরপর ক্যামেরা সামান্য ঘুরে যায়, আর এতে উন্মোচিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দৃশ্য, যারা আহত হয়েছে। | 在这段摇晃的影片中,枪声伴随着在街头示威的抗议群众;一名男子大叫“上帝真伟大!” |
10 | পেছনে আরো গুলির শব্দ শোনা যায়, এর পর অন্য কয়েকজন আহত ব্যক্তিদের ছবি কাছ থেকে তোলার জন্য ক্যামেরা ঘুরতে করতে থাকে। | 接着看来是催泪瓦斯的气体弥漫在人群中。 |
11 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে শামসএনএন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার জন্য নাগরিকরা আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, কারণ তখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে: | 由 islam1tv 上传至 Youtube: |
12 | কাঁপতে থাকা এই ভিডিওতে দেখা যাচ্ছে, যখন রাস্তায় প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল। | http://www.youtube.com/watch? |
13 | সে সময় একজন মানুষ গর্জন করে উঠেছিল “আল্লাহ মহান”! | v=iJp7lKt1I3I |
14 | সে সময় দৃশ্যত মনে হচ্ছিল, জনতার মাঝে উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। | 下面的影片拍摄的是三月廿三日清晨突袭奥马里清真寺时六名牺牲烈士的葬礼。 |
15 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে ইসলামটিভি: http://www.youtube.com/watch? | 人群大吼:“除了真主之外没有其他的神,烈士们与主同在!”。 |
16 | v=iJp7lKt1I3I নীচের ভিডিওটি ২৩ মার্চের অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার সময় তোলা হয়েছে, এই শোভাযাত্রা ছিল আল ওমারি মসজিদে ভোরের বেলায় চালানো হামলায় শহীদ ছয় ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রা। | 由 islam1tv 上传至 Youtube: |
17 | সে সময় জনতা স্লোগান দিচ্ছিল, আল্লাহ ব্যাতিত কোন উপাস্য নাই এবং শহীদেরা স্রষ্টার কাছে রয়েছে। এই ভিডিওটি আপলোড করেছে ইউটিউব ব্যবহারকারী ইসলামটিভি: | http://www.youtube.com/watch? |
18 | http://www.youtube.com/watch? v=Xce6iCe7vhE | v=Xce6iCe7vhE |
19 | এই ভয়াবহ দৃশ্য সম্বলিত ভিডিওতে , আরো যে সব গণহত্যা চালানো হয়েছে তার দৃশ্য রযেছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে এবং যারা সেই সব মৃতদেহ সরানোর চেষ্টা করছে তাদের উপর গুলি করা হচ্ছে। | 这段暴力的影片由 SHAMSNN 上传,其中拍摄了街上的尸体,及企图搬开它们的人遭到枪击的景象,可见屠杀的惨烈。 |
20 | একদল লোক একটি ভ্যান গাড়ির পেছনে আশ্রয় নিয়ে গুলির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। | 一群人在一辆箱型车后面躲避枪击。 |
21 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে শামসএনএন। | 校对:julys |