Sentence alignment for gv-ben-20091210-7883.xml (html) - gv-zhs-20091203-4260.xml (html)

#benzhs
1মঙ্গোলিয়া: জলবায়ু পরিবর্তন যাযাবর জীবন যাত্রার উপর প্রভাব বিস্তার করছে蒙古:气候变迁影响游牧生活
2মঙ্গোলিয়ার যাযাবর বাসিন্দারা জীবন যাপনের জন্য দেশটির বিস্তৃত ভূমির উপর নির্ভর করে থাকে।
3অতীতে পশু চড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ চারণভূমি ছিল, এবং এর আশপাশ থেকে তারা খাবার ও পানি সংগ্রহ করত।
4তবে এখন সব কিছু বদলে যাচ্ছে, কারণ বিশ্বের জলবায়ু পরিবর্তন তাদের জীবন যাপনের উপর এক নেতিবাচক প্রভাব বিস্তার করছে।
5ছবি টোনিও ৯৪ এর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে।
6ইউরোএশিয়ানেটে সম্প্রতি জশুয়া কুচেরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করেছেন:
7বিশ্বের উষ্ণতা বৃদ্ধি, মঙ্গোলিয়ার যাযাবর পশুপালকদের উপর এক তীব্র প্রভাব ফেলেছে। মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার ৪০ শতাংশই যাযাবর।蒙古游牧民族过去仰赖广大草原维生,从前牧场比比皆是,饮食均可取自环境,但现在一切都在改变,气候变迁对传统生活方式造成负面影响。
8তাদের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। ১৯৪০ সালের পর থেকে দেশটির উষ্ণতা ১.照片来自Tonio94,依据创用CC授权使用
9৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাপদাহ এখন অনেক লম্বা সময় ধরে চলতে থাকে।Joshua Kucera在Eurasianet的近期文章提到部分变化:
10বৃষ্টিপাতের সময় ও চরিত্র এখন ভিন্ন রকম হয়ে গেছে। যখন দেশটির একদিকে বৃষ্টিপাত কমে গেছে, তখন ঠিক তার কাছেই আরেক দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে।全球暖化对蒙古牧民冲击很大,蒙古全国300万人口中,约四成为游牧民族,自1940年以来,国内一般气温已提高摄氏1.
11এইসব তথ্য পাওয়া গেছে পরিবেশের উপর দেশটির প্রকৃতি ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের করা এক মূল্যায়নের মাধ্যমে। দেশটির দক্ষিণে অবস্থিত গোবি মরুভূমি ক্রমশ উত্তরের দিকে ধেয়ে যাচ্ছে।6度,热浪时期更长,依据蒙古自然与环境部的一项评估,降雨变成「起伏很大,邻近两地的雨量常会剧烈增减」,南部戈壁沙漠也不断北移。
12গোবি মরুভূমির ক্রমাগত বাড়তে থাকার ফলে পশু চরনোর জন্য ব্যবহৃত জমির পরিমাণ ক্রমশ কমে আসছে, যা পশু খাদ্যের জন্য এক গুরুত্বপূর্ণ উপাদান।
13দেশটির বর্তমান জনতা পর্যাপ্ত সুপেয় পানির সমস্যায় ভুগছে। বিষয়টি বর্ণনা করছে ব্লগার মানডাহা।戈壁沙漠面积扩大,已挤压动物所需的重要牧草地,Mandah另提到,民众现在也面临饮用水危机,还有其他社区出现的水资源问题:
14সে এই সম্প্রদায় সুপেয় পানি পাওয়ার ক্ষেত্রে যে রকম সমস্যায় পড়ে গেছে সে বিষয়টি বর্ণনা করছে:
15বিশ্বের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধির কারণে মঙ্গোলিয়ার উঁচু পাহাড় চূড়ার বরফ ও হিমবাহ গলতে শুরু করছে এবং ক্রমশ তা পাতলা হচ্ছে। ২০৩৯ সালের মধ্যে বরফের স্তর ১৩১ সেন্টিমিটার পাতলা হয়ে যাবে।因为全球暖化,蒙古高峰顶的积雪与冰河不断融化与缩小,至2039年时,融雪厚度将达到131公分,科学家指出,全球将自 2020年起面临淡水匮乏危机,2025年起便有1.
16বিজ্ঞানীদের মতানুসারে ২০২০ সালের মধ্যে সারা বিশ্বে সুপেয় পানির অভাব দেখা দেবে এবং ২০২৫ সালের মধ্যে দশ কোটি আশি লক্ষ লোক পান করার পানি পাবার ক্ষেত্রে এক সংকটের মধ্যে পড়ে যাবে।
17১৯৯৬ সাল থেকে মঙ্গোলিয়ার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগতভাবে নিচে চলে যাচ্ছে।
18মঙ্গোলিয়ার গোবি মরুভূমির অনেক হ্রদ যেমন তাৎসিন তাসাগান, আদিজীন তাসাগান, উলান, ওরোগ প্রভৃতি হ্রদ এবং অনেক নদী শুকিয়ে যাচ্ছে।
19স্থানীয় ব্লগার এবং উদ্ভিদবিজ্ঞানী আরিয়ানজেরেল এই সমস্ত পরিবর্তনের ব্যাপারে কিছু তথ্য যোগ করেছেন: বর্তমানে “পানি একটি সম্পদ” প্রবাদটি পরিষ্কার এক অর্থ তৈরি করে।08亿人将遭遇淡水不足的窘境,包括Taatsiin、Adgiin、Ulaan、Orog等戈壁地 区大型湖泊及河流均已干涸。
20সবচেয়ে কাছের সমুদ্র থেকে আমাদের দেশ অনেক দুরে অবস্থিত।博客兼当地植物学家Ariungerel也提到其他变化:
21যে সমস্ত দেশে প্রচুর পানি আছে, তাদের তুলনায় আমাদের দেশের উপরি ভাগে এবং অভ্যন্তরে পানির মজুত অল্প। আমাদের দেশের লোকজন পানির ধারার উপর জীবনধারণ করে থাকে।今日所谓「惜水如金」的意义再清楚也不过,我国距海遥远,相较于他国,蒙古的地上及地下水资源也比较有限,民众常逐水而居,例如遍远地区仅限冬季可使用,因为当地很少有水源,大多只有雪水,长者说过去洗手与洗脸只用一小杯水,如今我们的用量却多出许多。
22যেমন, প্রত্যন্ত অঞ্চলে কেবল শীতকালে পানি ব্যবহার করা যায়, কারণ প্রবাহিত জলধারা সেখানে খুবই স্বল্প, পানি পাবার ক্ষেত্রে সে সমস্ত এলাকায় কেবল শীতকালে পড়া বরফই সম্বল। প্রবীণেরা বলেন, মুখে যতটুকু পানি ধরা যায় তাই দিয়ে তারা মুখ ও হাত ধুতেন।无论是蒙古国内外,许多人都尚未意识到这种问题,不过当地已发起名为游牧绿的计划,教导民众使用博客、照片、影片等公民媒体,述说国内的种种故事及环境问题,这项计划始自2009年,便已与多个组织及机构结盟,目前已在首都乌兰巴托及国内多处举办数个工作坊。
23একই কাজে আমরা তার চেয়ে অনেক বেশি পানি ব্যবহার করি। দেশটিতে এই সমস্ত বিষয়ের অনেক কিছুই অজানা, যা সারা বিশ্বে কমবেশি ছড়িয়ে আছে।游牧绿工作坊实况,照片来自Portnoy,依据创用CC授权使用
24তবে নাম নোমাড গ্রীণ বা সবুজ যাযাবর নামের স্থানীয় এক পরিকল্পনা মাধ্যমে এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে যাযাবরদের সিটিজেন মিডিয়া, যেমন ব্লগ, ছবি এবং ভিডিওর ব্যবহার শেখানো যায় এবং দেশটিতে পরিবেশগত যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে তার কিছু ব্লগে জানানো যায়।
25২০০৯ সালে এই প্রকল্প চালু হয়েছে। বেশ কিছু অংশীদার ও প্রতিষ্ঠানের সহায়তায় এখন পর্যন্ত রাজধানী উলানবাটার এলাকায় ও অন্য সব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে।这项计划已展现不少正面效益,教导蒙古人如何使用这些工具,以记录国内如何面临环境困境,例如本文所引述的Mandah及Ariungerel两人均参与游牧绿计划,和愈来愈多人一同关心蒙古的环境未来。
26পোর্টনয় এর তোলা নোমাড গ্রীন কর্মশালার ছবি এবং এই ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে।
27এই প্রকল্পের মাধ্যমে মঙ্গোলিয়াদের ইতিবাচকভাবে শিক্ষা দেওয়া হয়েছে, কি ভাবে এই সমস্ত উপাদান বা টুলসগুলো ব্যবহার করে দেশটির পরিবেশ গত সমস্যাকে তুলে ধরা যায়, সে সম্বন্ধে শিক্ষা প্রদান করা হয়েছে।
28এই বিষয়টি আংশিক ভাবে প্রমাণিত হয়েছে। উপরের দুজন ব্লগারের কথা এই প্রবন্ধে উদ্ধৃত করা হয়েছে, তারা এই কর্মশালারই ফসল।校对:Soup
29মানডাহ ও আরিয়ানজেরেল নোমাড গ্রীন প্রকল্পের অংশ, যারা ভবিষ্যৎ মঙ্গোলিয়ার পরিবেশ বিষয়ক সচেতনতার কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে।