Sentence alignment for gv-ben-20091224-8062.xml (html) - gv-zhs-20091228-4395.xml (html)

#benzhs
1ভিডিও: যৌন কর্মীদের উপর নির্যাতন নির্মূল করার জন্য এক আন্তর্জাতিক দিবস
2লাল ছাতা প্রতীক (লোগো) ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক যৌন কর্মী নিপীড়ন নির্মূল দিবস।影片:国际终止性工作者受暴日
3২০০৩ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়।红雨伞标志
4যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেলে নিহত এক যৌন কর্মীর স্মরণে ও তার জন্য আয়োজন করা প্রার্থনা সভা থেকে এই দিবসটি পালনের শুরু এবং পরবর্তীতে সারা বিশ্বের যৌন কর্মীদের উপর সংঘটিত অপরাধের দিকে মনোযোগ আকর্ষণের জন্য এই দিবসটি পালন করা শুরু হয়।
5এই ধরনের কিছু অত্যাচার তাদের কলঙ্কিত করার সাথে সম্পৃক্ত এবং অনেকেই যৌন কর্মীদের সাথে এইডসের এক সংশ্লিষ্টতা তৈরি করে।
6উইমেন ইন সংগ্রাম (লড়াইরত মেয়েরা) ভারতের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নাম। তারা সেখানে সেই সংঘের সাথে কাজ করছে যারা এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টি রাখে।12月17日为国际终止性工作者受暴日,这个纪念与守夜活动始于2003年,以纪念在美国华盛顿州西雅图遭杀害的性工作者,之后转变为国际活动,希望唤醒人民重视全球性工作者所面对的仇恨犯罪。
7এখানকার যৌন কর্মীরা এইচআইভি/এইডস প্রতিরোধ ও এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য পরিচিত। আন্তর্জাতিক নারী স্বাস্থ্য জোট সম্প্রতি সংগ্রাম নামক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে।许多暴力源自于人们加诸于性工作者的污名,或是立即将性工作者与爱滋病联想在一起,印度非政府组织SANGRAM努力让民众对性工作者产生正面联想,例如性工作者致力于避免爱滋病传染及提升社会意识。
8তারা সেখানে প্রচার মাধ্যম ও তথ্য সংরক্ষণের উপর এক প্রশিক্ষণের আয়োজন করে। এই সংক্ষিপ্ত তথ্যচিত্রটি তারা তৈরি করেছে।「国际女性卫生联盟」最近访问SANGRAM进行媒体训练与记录,并拍摄一段记录短片,在记录期间所拍摄的照片请见此,制作人@AudaciaRay在Twitter上表示:
9এই তথ্যসংরক্ষণ প্রক্রিয়ার সময় তারা যে সমস্ত ছবি তুলেছে আপনি সেগুলো থেকে কিছু ছবি দেখতে পাবেন। যেমনটা প্রোডিউসার@অউডাসিয়ার টুইটারে উল্লেখ করেছেন:美国性工作者运动有很多事得向印度社运人士学习,请见我的影片,看看他们如何发挥集体力量…
10যুক্তরাষ্ট্রের যৌন কর্মীরা ভারতীয় কর্মী বা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে প্রচুর শিখতে পারে। আমার ভিডিওতে লক্ষ্য করুন কি ভাবে তারা একত্রে সংগঠিত হচ্ছে…影片中,SANGRAM的女性成员谈到,人权教育如何让她们采取行动,以确保自己获得妥善医疗照顾,确保自己获得执法单位与官员平等对待,也让她们能够保护自己,并教育他人瞭解传染性病与不安全性行为的风险,影片简介写道:
11এই ভিডিওতে সংগ্রামের নারীরা ব্যাখ্যা করছে কি ভাবে মানবাধিকার বিষয়ক শিক্ষা থেকে তারা নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে, তারা যথাযথ চিকিৎসা সেবা পাবে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সমান ব্যবহার পাবে।
12এর মাধ্যমে তারা যৌন পরিবাহী রোগ ও অনিরাপদ যৌন সম্পর্ক বিষয়ে অন্যদের শিক্ষা প্রদান করতে পারে।
13ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক গ্রামীণ সম্প্রদায়ের উপর ভিত্তি করে সংগ্রাম কাজ করে, তাদের কাজ এইচআইভি/এইডস রোগের ক্ষেত্রে সমান প্রতিরোধ, চিকিৎসা, সুযোগ এবং সমর্থন নিশ্চিত করা: এই প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের গ্রামীণ এলাকার প্রায় ৬,০০০-এর মত মহিলা এইচআইভি পরীক্ষা করিয়েছে।
14গত ১৫ বছরের কাজের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রান্তিক অবস্থানে থাকা সম্প্রদায়ের এক ক্ষমতায়নের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে তারা তাদের অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে, সংগ্রাম এই ক্ষেত্রে ক্রমাগতভাবে জাতীয় পর্যায়ের এক কণ্ঠস্বরে পরিণত হয়েছে এবং তারা বিশ্বজুড়ে স্বাস্থ্য নীতি ও কর্ম সূচি প্রণয়নে সচেষ্ট, যা বাস্তব জীবনে স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন হয়ে পড়ে, তার শক্তিশালী এক স্বরে পরিণত হয়েছে।
15অস্ট্রেলিয়ার জুইসি জেসি আব্রাহাম দেশটির নর্দান টেরিটরিজ নামক এলাকার “নৈতিক অবস্থান” তৈরির ক্ষেত্রে কাজ করেন।
16তিনি এক ভ্লগ (ভিডিও ব্লগিং) তৈরি করেছেন, সেখানে তিনি যৌন কর্মীদের নিবন্ধন বিলুপ্তিকরণের আহ্বান জানিয়েছেন।
17তিনি এই আশা পোষণ করেন যৌন কর্মীদের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ হবে এবং বিশ্বাস করেন যে,এই নিবন্ধন আসলে যৌন কর্মীদের চিহ্নিত করণ ছাড়া আর কিছুই নয়। এর সম্ভাব্য উদ্দেশ্য অন্য যে কোন বিষয়ে তাদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করা।SANGRAM设于印度马哈拉施特拉邦(Maharashtra)一个乡村,这个组织努力确保人人皆可获得公平的爱滋病防 治、照 顾与支持,她们的行动已让6000位乡村女性接受爱滋病筛检,因为15年拥有帮助边缘族群争取权益的经验,SANGRAM在全国及国际上逐渐打开知名度, 不断追求能呼应地方社区实际需求的卫生政策与计划。
18গ্রিট টিভির একটি ছো্ট্ট ভিডিও যৌন কর্মীদের উপর নিপীড়ন বন্ধ দিবস কি এবং তার ইতিহাস জানাচ্ছে, একই সাথে তা ব্যাখ্যা করছে এর বিশেষ চিহ্ন লাল ছাতা সম্বন্ধে।
19যৌন কর্মীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয়, এটি তার প্রতিরোধের প্রতীক: তবে এমন অনেক অন্য সংগঠন রয়েছে যেখানে যৌন কর্মীদের উৎপাত বলে বিবেচনা করা হয়।在澳洲北领地法律单位服务的Juicy Jessie Abraham拍摄一段影片,呼吁政府废除性工作者登记制,希望社会不再为性工作者冠上污名,也认为登记制可能导致社会歧视性工作者及其他问题。
20তারা চায় আইনগতভাবে যৌন কর্মকে অবৈধ ও অপরাধী ঘোষণা করতে, যাতে যৌন সেবা গ্রহণ করা অপরাধ হিসেবে বিবেচিত হয়। যেমন কানাডার অনার কন্সালটিং নামক প্রতিষ্ঠান এই অবস্থান গ্রহণ করেছে।Grit TV有段短片,介绍国际终止性工作者受暴日及其历史,并说明红雨伞象征对抗性工作者所受的歧视:
21এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রাক্তন যৌন কর্মী ত্রিশা বাপটি একই সাথে ইভ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। এই প্রতিষ্ঠান এক সময় এক্সপ্লয়েটস ভয়েস হিসেবে পরিচিত ছিল এখন তা এক্সপ্লয়েট এডুকেটিং নামে পরিচিত।也有些组织认为,性工作本身就是一项暴力,主张应消灭性工作与裁罚性服务消费行为,例如加拿大的Honour Consulting即持这种立场,这个组织由前性工作者Trisha Baptie创办,她也是Exploited Voices now Educating这个组织的创始成员,他们推出名为Would you Wait的歌曲以说明立场,她个人表示:
22তারা একটি গান প্রকাশ করেছে যার শিরোনাম ‘তুমি কি অপেক্ষা করবে, যেখানে তারা তাদের দৃষ্টিভঙ্গি রেখেছে'। জনাবা বাপটির ভাষায়:所谓卖淫其实应该名为对女性的暴力,或是攻击女性平等地位,如此才能解释我们所反对的不公义行为,将性交易需求入罪,无论是称为瑞典模范法或北欧模范法,都是希望终结物化女性身体的行为,这种作法支持女性及平权。
23আমরা পতিতাদের সে ভাবে ডাকব, যে ভাবে তাদের ডাকা উচিত, যা নারীত্বের বিরুদ্ধে এক নিপীড়ন।
24নারীর বিরুদ্ধে নিপীড়ন ও আক্রমণ একই বিষয়, যে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের তার একটা নাম দিতে দেওয়া হোক।
25পতিতাবৃত্তির দাবি আসলে অপরাধকে সমর্থন করা, যা সুইডেনের আইনের আদর্শে তৈরি করা এক বিষয় অথবা পরবর্তীতে নরডিক (নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড মিলে ইউরোপের যে অংশ) আইনের মত সূত্রকে উল্লেখ করে, যা নারীর দেহকে পণ্য হিসেবে বিবেচিত না করার আহ্বান জানায়, যা প্রাক নারীবাদী ভাবনা ও প্রাক সাম্যতার ভাবনাকে ধারণ করে। ম্যাসিডোনিয়ায় ঠিক এর এক বিপরীত দৃষ্টিভঙ্গি পোষণ করা প্রতিষ্ঠান রয়েছে, এদের নাম উইটনেস.另一种观点则来自马其顿,Witness.org与当地组织Hops共同制作以下长18分钟的性工作记录片,题目为「你得知道的事:马其顿性工作者反暴力的权利」,性工作者亲自说明在生活环境中,自己常成为目标,自己的人权遭到忽略,理应保护她们的公权力单位却虐待她们,她们也希望能获得劳工身分,能拥与其他就业者相同的权利,性工作的问题不在于性工作本身,而是因迫害与歧视所造成的污名、不安及暴力。
26অর্গ এবং স্কোপজার হোপ অর্গানাইজেশন।影片简介写道:
27তারা যৌন কর্মীদের নিয়ে নিচের ১৮ মিনিটের এক তথ্যচিত্র বানিয়েছে। এই ভিডিওর শিরোনাম, তুমি অবশ্যই আমার সম্বন্ধে জানবে: ম্যাসেডোনিয়ায় যৌন কর্মীদের উপর ঘটা নিপীড়ন প্রতিহত করার অধিকার নেই।这段影片是关于性工作者在街头的第一手经验与感受,面对客人、皮条客与警方的骚扰及暴力,性工作者说出并争取自己的权利,对抗大众怀抱的敌意,这段影片呼吁大众切勿容忍对性工作者的暴力行为,并呼吁社会机构回应性工作者的实际需求。
28এই ভিডিওতে যৌন কর্মীরা নিজের মুখে বলছে, এমন এক পরিবেশে তারা বাস করে যেখানে তারা সব সময় অত্যাচারের শিকার, তাদের মানবাধিকার উপেক্ষা করা হয় এবং যে কর্তৃপক্ষের তাদের নিরাপত্তা প্রদান করার কথা তারাই যৌন কর্মীদের নির্যাতন করে।
29তারা চায় তাদেরও কর্মী হিসেবে চিহ্নিত করা হোক।各位是否还知道其他终结性工作者受暴的计划与活动?
30অন্যান্য কর্মক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কর্মচারীরা যে সমস্ত অধিকার পায় তারা সেই সব অধিকার চায়।
31যৌন কর্মীদের সমস্যা তাদের কাজ নিয়ে নয়, তাদের বিরুদ্ধে যে নিন্দা জ্ঞাপন করা হয়, তাদের নিরাপত্তার অভাব এবং তারা যে নিপীড়নের মুখোমুখি হয় তার কারণে তারা এই অধিকার চায়।
32এক ধরনের সামাজিক যন্ত্রণা ও বৈষম্যে থেকে তারা এই সকল বিষয়ের মুখোমুখি হয়। ভিডিও থেকে বর্ণনা:欢迎告知。
33একজন যৌন কর্মী এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পতিতা হিসেবে আমার যে অভিজ্ঞতা তার মাধ্যমে তোমার আমার সম্বন্ধে জানা উচিত।
34খদ্দের, উঁকি-ঝঁকি মারা ব্যক্তি এবং পুলিশের হাতে নির্যাতিত এবং নিপীড়িত হওয়া যৌন কর্মী জনতার আক্রমণাত্মক মনোভাবের জবাব দিতে চায়, নিজেদের বক্তব্য প্রকাশ করে এবং তাদের অধিকার আদায় করে।
35এই ভিডিওতে আহ্বান জানানো হয়েছে যৌন কর্মীদের উপর নিপীড়ন একেবারে সহ্য না করতে এবং এর তত্বাবধায়ক এই প্রতিক্রিয়া জানিয়েছে যে যৌন কর্মীদের প্রকৃতপক্ষে যা প্রয়োজন তা প্রতিষ্ঠানিকভাবে স্থাপন করা দরকার।
36নারীর প্রতি নিপীড়ন বন্ধে সচেষ্ট এমন কারো কর্মকাণ্ড বা উদ্যোগের কথা কি আপনি জানেন? তা হলে আমাদের জানান!校对:Soup