# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: দেশপ্রেম এবং গণতন্ত্র | 哈萨克斯坦:爱国主义与民主 |
2 | ২০০৯ সালের শেষ সপ্তাহে কাজাখ ব্লগাররা দু'টি বিষযের উপর মন্তব্য প্রদান করার দিকে মনোযোগ দিয়েছে - কাজাখস্তানের দেশপ্রেম এবং গণতন্ত্র। | |
3 | দেশপ্রেম: সমাজের বিভিন্ন স্তরে দেশপ্রেমের বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য এক উত্তেজনার সৃষ্টি করে। | 2009年岁末,哈萨克斯坦博客圈都在讨论两项主题:爱国主义与民主。 |
4 | জাতীয়তাবাদী পক্ষের লোকেরা প্রচার মাধ্যম এবং সরকারি ব্যবসা প্রতিষ্ঠানে রুশ ভাষার প্রাধান্যের প্রতি অভিযোগ করে। | |
5 | সরকারি কর্তৃপক্ষ আগ্রহের সাথে বার বার বিতর্কিত পদ্ধতি এবং মনোভাবের মাধ্যমে দেশপ্রেম তৈরি করার চেষ্টা করে। | |
6 | তবে, এর ফলাফল এবং অন্য উদ্যোগের পরিণাম খুব কম চোখে পড়ে। সাংবাদিক ডজডিলভো-লেটো একিবাস্তুজ শহর থেকে লেখেন। | 爱国主义 |
7 | একিবাস্তুজ কাজাখস্তানের উত্তরের এক শিল্পনগরী [রুশ ভাষায়]: আমাদের সরকারি কর্মকর্তাদের স্বদেশ প্রেম অবিশ্বাস্য। | 许多人一直对社会的爱国主义程度感兴趣,民族主义者时常抱怨媒体及官方机构出现太多俄文,政府亦积极运用争议性手段激发民众的爱国心,但几乎看不出成效。 |
8 | আজ আমার সহকর্মীকে ভাইস মেয়র (উপ পৌরপিতা) তার অফিসে আসতে হুকুম করেন এবং তাকে তীব্র ভাষায় তিরস্কার করেন। | |
9 | এর কারণ কি? কারণ এই ভদ্রমহিলা তার বুকে হাত না রেখে জাতীয় সঙ্গীত গাওয়ার মত অপরাধ করেছে…। | 哈萨克斯坦北部工业城Ekibastuz的记者dojdlivoe-leto写道: |
10 | গিনিয়া-পাইরেট জানাচ্ছে বিদ্যালয়ের ছাত্রদের এক সামাজিক প্রকল্পের কথা, এইসব ছাত্রদের কাজাখস্তানের প্রতি তাদের ভালবাসা প্রদর্শন নিয়ে এক রচনা লিখতে বলা হয়েছিল [রুশ ভাষায়]: | |
11 | শিশুদের মস্তিষ্ক বিভিন্ন প্রচারণায় ভরে দেওয়ার প্রচেষ্টা চলছে। আস্তানার [আস্তানা দেশটির রাজধানী এবং দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি এন. | 我国官员的爱国心很惊人,今天我同事拜访副市长时遭到训斥,因为她唱国歌时,手没有放在心上… |
12 | নজারবায়েভের এক নিজস্ব প্রকল্প] পূজা সকল রচনার এক উপজীব্য বিষয়। | Guinea-pirate则指出,最近老师要求学童撰写有关热爱哈萨克斯坦的作文: |
13 | এছাড়াও অজস্র শব্দ দিয়ে শ্রদ্ধা জানানো হয় [এই শাসকের প্রতি] “এক সুখী শৈশবের জন্য” এবং দেশের উচ্চমাত্রার উন্নয়নের প্রতি” এ সব বাক্য প্রশংসাগাঁথা হিসেবে রয়েছে। ওহ, যদি শিশুদের কোন দাগহীন মন এবং বাঁধাহীন কল্পনাশক্তি থাকত! | 结果孩子脑袋里都装政治宣传的刻板印象,所有作文里都免不了要赞扬新首都阿斯塔纳(Astana,现任总统的杰作),其中还有许多感谢政府之辞,例如「给予他们幸福的童年」、「让国家高度发展」等,天啊,孩童理应拥有纯真的心和无限想像力! |
14 | এই ধরনের সৃষ্টিশীলতার জন্য আমরা কাকে ধন্যবাদ জানাব- শিক্ষক, পাঠ্যবই অথবা টেলিভিশন? | |
15 | বলা যায় কাজাখস্তানে বাইকোনুরের বসতি। বাইকোনুর বিশ্বের সবচেয়ে বড় নভোখেয়াযান উৎক্ষেপন ও রাখার স্থান। | 我们该感谢谁培养他们这种「创意」? |
16 | এখান থেকে সম্প্রতি এক নভোচারীকে ২০১০ সালে মহাকাশে পাঠাতে অস্বীকার করা হয়েছে। | 是老师、教科书或电视? |
17 | অর্থনৈতিক সমস্যার কারণে এই কাজটি করা হয়। এ-স্ট্রেকোজা এক গুজব সম্বন্ধে লিখেছেন, তাতে জানা যাচ্ছে যে কাজাখ এই নভোচারী মহাশুন্যে যাবেন, তবে তিনি সেখানে যাবে রুশ নাগরিক পরিচয়ে [রুশ ভাষায়]: | 除此之外,Baikonur亦位于哈萨克斯坦,是世界最著名的太空梭发射站,但最近却因为财政困难,拒绝在2010年送太空人升空,A-strekoza提到传言指称,原本要出发的哈萨克斯坦太空人其实是俄罗斯公民: |
18 | অভিযোগ রয়েছে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করছেন এবং রুশ নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন। যদি তা সত্য হয়, তা হলে বিষয়টি ২০১০ সালের প্রধান সংবাদ হয়ে। | 据称他待在太空训练营期间,也同时申请归化俄国,若此事为真,将是2010年一大新闻,不过目前仍只是传闻。 |
19 | তবে কিছু সময়ের জন্য এটা একটা কানকথা মাত্র। | 这不就是爱国主义兴起之处吗? |
20 | এটা কি এমন স্থান নয়, যেখান থেকে স্বদেশ প্রেমের শূরু হয়? গণতন্ত্র: | 民主 |
21 | এ-স্ট্রেকোজা নামের ভদ্রমহিলা এছাড়া তার পাঠকদের জানাচ্ছেন যে, গত মাসে কাজাখস্তানে গোপনীয়তা আইনের প্রয়োগ শুরু হয়েছে [রুশ ভাষায়]: | |
22 | এখন এখানে রাজপ্রাসাদের আকৃতিতে তৈরি করা এক বিনম্র সরকারি কর্মকর্তা বাসভবনের গল্প রয়েছে এবং তার সাথে এক যৌক্তিক প্রশ্ন রয়েছে “এই প্রাসাদ কেনার টাকা সে কোথায় থেকে পেল”? | |
23 | এটা তাকে সম্ভাব্য পাঁচ বছরের এক কারাগারে ঠেলে দিতে পারে। অভিনন্দন, সহকর্মীবৃন্দ। | A-strekoza亦告知读者,哈萨克斯坦国内的隐私法已在上个月修正通过: |
24 | মেগাখুইমিয়াক কাজাখস্তানের রাজনৈতিক উপলব্ধির উপর এক প্রতিচ্ছবি তৈরি করেছেন [রুশ ভাষায়]: এখনকার অন্যতম বৈচিত্র্যপূর্ণ বিষয় হচ্ছে বামদলগুলোর নপুংসক আচরণ। | 现在若报导某位官员的官邸像城堡,并合理怀疑「钱从哪里来?」,都可能遭判处五年有期徒刑,恭喜了,各位同事。 |
25 | বাস্তবে তাদের অবস্থান কাজাখস্তানে অসম্ভব, কারণ এদেশে সামাজিক ন্যায়বিচারের ধারণা একেবারে অনুপস্থিত। | |
26 | এখানকার কেউ চায় না ধনী এবং গরিবদের আয় সমান হোক। এখানে সবাই সর্বহারাদের নিপীড়ন করতে চায়। | Megakhuimyak反思哈萨克斯坦的政治现实: |
27 | অন্য এক পোস্টে তিনি “অনানুষ্ঠানিক আইনের” বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন। এই আইন বিরোধী প্রচার মাধ্যমের কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। | 国内一大异事在于左翼政党毫无政治力量,在哈萨克斯坦根本毫无发展机会,因为社会上完全没有正义,没有人想缩短贫富所得差距,每个人都想成为欺压无产阶级的权贵。 |
28 | মনে হচ্ছে এই আইন বলছে- বিরোধী প্রচার মাধ্যম অবশ্যই মোট জনসংখ্যার এক শতাংশের জন্য খবর ছাপাবে না, যেমন তারা ১৬০,০০০ জনের বেশি সংখ্যক লোকের কাছে যাবে না। | |
29 | এর ফলে বিরোধীরা রেডিও ও টেলিভিশনে প্রবেশ করার সুযোগ পায় না। | 他在另一篇文章提到,管制反对派媒体活动有其「潜规则」: |
30 | আমাদের কর্তৃপক্ষ কেবল মাত্র ১ শতাংশ প্রতিবাদকারী বিরোধীদের নিয়ে কাজ করার সুযোগ পান এবং পাঁচ শতাংশ সমালোচকদের নিয়ে কি করা উচিত সে বিষয়ে তাদের কোন ধারণা নেই। | |
31 | থাউজেন্ড-পা আমাদের ইউজেন জোহভটিস এর কাহিনী স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি কাজাখস্তানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অধিকার আদায় কর্মী হিসেবে বিবেচিত হতেন। | 规定似乎是在野媒体阅读率不得超过人口的1%,亦即不可大于16万人,造成在野阵营永远无法取得电台或电视台,政府只需面对普及率1%的反对媒体,甚至连5%的批判声浪都不知如何处理。 |
32 | তার বিরুদ্ধে গাড়ির ঠিক মত চালাতে না পারা ও মানুষ চাপা দেবার অভিযোগ রয়েছে। মহাসড়কের উপর গাড়ি চালানোর সময় তিনি এক পথচারীকে চাপা দেন। | Thousand-Pa提醒人们别忘了Eugene Zhovtis的经历,他是哈萨克斯坦最知名的维权人士,因为在高速公路上辗过一人,遭到滥用车辆及过失杀人罪起诉,当时他意志清楚、未超速,亦赔偿受害者家属,但仍入狱四年。 |
33 | তিনি ছিলেন শান্ত, তিনি নির্ধারিত গতি সীমার মধ্যে গাড়ি চালাচ্ছিলেন। তার দেওয়া বিভিন্ন উপাদান নিহতের পরিবারকে সাহায্য করেছে। | 这位博客提及另一起案例,主角是大商人之子,结果却完全不同: |
34 | তবে তারপরেও তার ৪ বছরের জেল হয়েছে। | 结果你看! |
35 | ব্লগার একই ধরনের আরেক ঘটনার উপর মন্তব্য করেছে। এই ঘটনায় এক প্রভাবশালী ব্যবসায়ীর পুত্র জড়িত ছিল- কিন্তু এর বেলায় ফলাফল একেবারে ভিন্ন [রুশ ভাষায়]: | 这就是哈萨克斯坦式正义的神秘之处,你可以酒后驾车,可以在车祸中造成三人死亡,可以逃窜全国各地躲避法律制裁,最后仍然无罪。 |
36 | এখন -ঠিক হয়েছে! কাজাখ ধরনের রহস্যময় ন্যায়বিচার সাধিত হয়েছে! | 校对:Soup |
37 | আপনি মদ খেয়ে গাড়ি চালাতে পারেন, এক গাড়ি দুর্ঘটনায় তিনজন মানুষের মৃত্যুর কারণ হতে পারেন, ন্যায় বিচার এড়ানোর জন্য দেশ থেকে পালিয়ে যেতে পারেন-এবং তারপরেও নিষ্পাপ রয়ে যেতে পারেন। | |