Sentence alignment for gv-ben-20110911-19913.xml (html) - gv-zhs-20111223-10225.xml (html)

#benzhs
1ক্যাম্বোডিয়াঃ দেশের বন রক্ষার জন্য অবতার শোভাযাত্রা柬埔寨:“阿凡达”群起保护国家森林 [本文英文版原载于2011年9月8日]
2অবতার নামক চলচ্চিত্রের না'ভি উপজাতিদের মত পোশাকে সজ্জিত হয়ে, ক্যাম্বোডিয়ার গ্রামবাসীরা, প্রে লাং নামক বনভূমি চাষাবাদ এবং খনির জন্য পরিষ্কার করার প্রতিবাদে অংশ নিয়েছে। প্রে লং হচ্ছে দেশটির “প্রাথমিক নিম্ন অঞ্চলের সর্ববৃহৎ শুকনো সবুজ চিরহরিৎ বন।柬埔寨村民打扮成 2009 年科幻电影“阿凡达”中的纳美人模样,抗议政府为了兴建农场、开采矿产而决定铲平白朗森林 (Prey Lang) 的计划。
3ক্যাম্বোডিয়া এবং ইন্দোচীন উপত্যকায় এখনো যা অবশিষ্ট রয়েছে।白朗森林是柬埔寨以及中印半岛仅存的低地干燥常绿森林中面积最大的:
4যৌক্তিক ভাবে বলা যায় প্রে লাং ক্যাম্বোডিয়ায় সবচেয়ে বিশাল আদি এক বনভূমি, যা এখনো অক্ষত রয়েছে। এটা মেকং এবং স্টুনাং সেন নামক দুই নদীর মাঝখানে অবস্থিত, ক্যাম্বোডিয়ার চারটি প্রদেশ জুড এই বনভুমি বিস্তৃত (পেরাহ বিহার, কাম্পং থম, ক্রাটিয়ে এবং স্টুং ট্রেং প্রদেশ জুড়ে)।白朗森林可以说是柬埔寨仅有的未经破坏区域中最大的,座落于湄公河 (Mekong) 和上森河 (Stung Sen) 之间,横跨柏威夏省 (Preah Vihear)、磅通省 (Kampong Thom)、桔井省 (Kratie)、上丁省 (Stung Treng) 共四个省份。
5প্রায় ২০০,০০০ জন মানুষ, যাদের মধ্যে বেশীর ভাগই কোই আদিবাসী জনগোষ্ঠীর, তারা বনের কাছে ছড়িয়ে থাকা ৬ টি জেলায় বাস করে। বৃহত্তর প্রে লাং এলাকায় সব মিলিয়ে প্রায় ৩৫০,০০০ জন লোক বাস করে।围绕着白朗森林的六区中有 339 个村落,共约 20 万人口,居民多为库依族 (Kuy) 原住民,而目前住在大白朗森林区的人口数多达 35 万人。
6এই প্রচারণায় আরো বেশি সমর্থনের জন্য, অবতার প্রতিবাদ, সাইবার জগতের সর্বোচ্চ ব্যবহার করেছে।“为白朗祈祷”典礼呼吁保育白朗森林。
7এই প্রচারণা বন রক্ষার জন্য কেবল অনলাইনে দরখাস্ত প্রদান করেনি, তার সাথে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রচারপত্র বিতরণের মত বিষয়গুলোর তাজা সংবাদ জনসম্মুখে তুলে ধরার জন্য তারা একটি,ব্লগ তৈরি করেছে।照片由网站 http://ourpreylang.wordpress.com/ 提供
8প্রে লাং নেটওয়ার্ক-এর পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থা গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, প্রে লাং নামক বনভূমি ধ্বংস হয়ে গেলে যারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে।这群“阿凡达”抗议村民也善用網絡力量,争取更多支持。 他们除了透过網絡线上连署拯救白朗森林,还架设博客随时更新最新消息,例如祈祷典礼以及发传单等等。
9প্রে লাং থেকে মিনহা নেই: “এই শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে আমি আশা করব যে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বনটিকে রক্ষা করতে পারব এবং প্রচার মাধ্যম এবং জনতাকে জানতে পারব যে, বন সেই সব মানুষদের জন্য কতটা গুরুত্বপুর্ণ, যারা এই বনে বাস করে এবং আরো বিশেষ করে পরিবেশের জন্য।.”柬埔寨人权中心(Cambodian Center for Human Rights)代表白朗社区网络(Prey Lang Network)为村民发声,强调若是白朗森林遭到破坏,这些村民将深受其害。
10পহক হং, আদিবাসী কোই জনগোষ্ঠীর একজনঃ যদি আমি প্রে লাং হারিয়ে ফেলি, আমি আমার জীবনকে হারিয়ে ফেলব, প্রতিদিন আমি প্রে লাং হারানোর আশঙ্কায় শঙ্কিত।来自白朗的 Minh Ny 表示:“透过这个和平的活动,我希望我们不仅能为后代子孙留住这片森林,更要让媒体和大众知道这片森林的重要性,不论是对附近的居民还是整体环境来说。”
11আমি উদ্বিগ্ন যে জমির দলাল এবং কোম্পানীর এসব ধ্বংস করে ফেলবে এবং আমি আমার জীবন ধারণের উপায় হারিয়ে ফেলব।来自白朗库依族的 Phok Hong 说:“失去白朗森林,就如同失去我的生命。
12যদি আমরা প্রে লাং হারিয়ে ফেলি তাহলে আমরা বনটাকে হারিয়ে ফেলব,, আমরা ওষুধি গাছের চিকিৎস পদ্ধতি হারিয়ে ফেলব।我每天都在担心有一天白朗森林会不见,我担心土地仲介和企业会毁坏森林,那我的生活方式也会消失。
13এই ঘটনায় বন্য পশু এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য চলে এসেছে তা ধ্বংস হয়ে যাবে।没有白朗,就 没有森林、药草和野生动物,最重要的是,我们老祖先代代相传的原住民传统文化全都会因此而消失。
14আজ আমি বিশ্বের জন্য প্রার্থনা করব, তারা যে প্রে লাং -এর গুরুত্ব অনুভব করেছে তার প্রশংসা করে এবং আমাদের সাহায্য করার জন্য এবং এই দ্বন্দ্বের সমাপ্তির জন্য।”我衷心期盼全世界的人都能瞭解白朗森林的重要,并且帮助我 们阻止这个计划。”
15সেনাং সোকেহং হচ্ছেন কমিউনিটি পিস বিল্ডিং নেটওয়ার্কের একজন প্রতিনিধি “এই ঘটনার প্রভাব হবে অভূতপূর্ব এবং এটি যে প্রে লাং-এর জন্য কতটা হুমকি স্বরূপ তা এখনো পুরোমাত্রায় বোঝা যাচ্ছে না। ভূমি নিয়ে সকল সংঘর্ষ তাদের জীবন হরণ করে যাদের জীবন প্রাকৃতিক সম্পদের ধ্বংসের ঘটনায় প্রভাবিত হয় এবং তা বনভূমি এলাকা পরিবেশগত পরিবর্তন ঘটায়, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে।增进社区和平网络 (Community Peace-building Network) 的代表 Seng Sokheng 说:“这个抗议活动的规模之大前所未有,但仍不足以反映白朗森林所面对的威胁。
16ভুমির বিষয়ে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্প্রদায় সমূহকে এক হতে দেখে দারুণ লাগছে এবং বিশেষ করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।”虽然各种形式的土地冲突都会危害生命,但破坏自然资源及森林区这种土地冲突 却会导致环境变迁,影响许多世代。看到社区团结对抗土地和自然资源管理所面临的不公,我觉得很欣慰。”
17প্রে লাং অবতার白朗阿凡达
18এখানে যে সব প্রতিবাদ অনুষ্ঠিত হয় সে গুলো সাধারণ শান্তিপূর্ণ হয়ে থাকে কিন্তু সম্প্রতি প্রে লাং অবতার বিষয়ক যে কার্যক্রম তার সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রার্থনা এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অর্ন্তভুক্ত ছিল, যে কার্যক্রমে নম পেনের স্থানীয় কর্তৃপক্ষ বাঁধা প্রদান করেছে।整体而言,一系列的抗议行动过程都很和平,但金边 (Phnom Penh) 地方政府中断了最近的白朗“阿凡达”暨佛教祈祷典礼及传单分送活动。
19প্রায় ১০০ জনের বেশী বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।超过 100 位民众遭扣押质询,不久之后即获释。
20তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।柬埔寨人权入口网站 Sithi 有逮捕过程的照片及影片。
21গ্রেফতারেরছবি এবং ভিডিও ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার পোর্টাল, সিথিতে দেখতে পাবেন। প্রে লাং-এর উপর একটি তথ্য চিত্র তৈরি করা হয়েছে, যার নাম “ এক বনভূমি, এক ভবিষ্যৎ (ওয়ান ফরেস্ট, ওয়ান ফিউচার)”, এটি তৈরি করেছে জোসেলিল এবং বেন পেড্রিক।关于白朗森林的纪录片“一座森林许我们一个未来 (One Forest, One Future)”,由乔斯林(Jocelyn)和班培德里克(Ben Pederick)制作拍摄。
22এই প্রে লাং এলাকায় বসবাসকারী আদিবাসীদের লড়াইয়ে যারা তাদের সমর্থন করে, তাদের ক্যাম্বোডিয় সরকারের কাছে লিখতে উৎসাহ জানানো হচ্ছে।支持住在白朗森林的人,都可以写信给柬埔寨政府。 以下是摘自给柬埔寨总理洪森 (Hun Sen) 的请愿信范本:
23নীচে প্রধানমন্ত্রী হুনসেনকে উদ্দেশ্য করে লেখা এক নমুনা চিঠির সারংশ রয়েছে।洪森总理,您好:
24প্রিয় প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন,请您尽一切力量保护白朗森林。
25আমি প্রে লাং নামক বনভূমি রক্ষার জন্য আপনার ক্ষমতার সবটুকু ব্যবহারের অনুরোধ জানাচ্ছি, যে বনভূমি ক্যাম্বোডিয়া জনগণের, দক্ষিণপূর্ব এশিয়া, এবং বিশ্বের গুরুত্বপুর্ণ সম্পদ।对柬埔寨人民、东南亚甚至全世界来说,这片森林是重要的资源。
26আমি আপনাকে নীচের কার্যক্রমসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি:请您采取下列行动:
27- বৃহত্তর প্রে লাং এলাকায় যে সমস্ত বৃক্ষ নিধন এবং খনি অনুসন্ধানের কাজ চলছে, সে সব বাতিল করা।取消所有大白朗区域的砍伐与采矿许可
28- প্রে লাং এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তার নিরাপত্তা বিধান করা将白朗森林列为保护区并强力实施保护
29- বনভূমির যে সমস্ত এলাকার গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, সেখানে বৃক্ষ রোপণ করা针对已遭破坏的森林区域进行复育
30- প্রে লাং কমিউনিটি নেটওয়ার্ক-এর সাথে মিলিত ভাবে গ্রহণযোগ্য ভাবে বনের সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা承诺与“白朗社区网络”合作,永续经营森林