Sentence alignment for gv-ben-20150612-49180.xml (html) - gv-zhs-20150601-14226.xml (html)

#benzhs
1সপ্তাহব্যাপী ছুটিতে জাপানে কী ঘটে?日本一星期黄金週,发生了什麽事?
2গোল্ডেন উইকে জাপানের ওসাকা স্টেশনের চিত্র। ছবি তুলেছেন ক্রিস গ্লাডিস।2007年5月黄金週大坂JR车站人潮,照片由Chris Gladis提供,CC 2.0.
3সিসি ২. ০ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহার করা হয়েছে (০৪/০৫/২০০৭)।日本的「黄金週」长假结束时,当地人总会有各种不同情绪。
4গোল্ডেন উইকের টানা ছুটি শেষে জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।有些人不甘愿地回去工作,有些人则庆幸返乡的家人终于离开家,让生活可以回归正常了。
5আবার সেই পুরোনো একঘেয়েমি কর্মযজ্ঞে যোগ দিতে হবে ভেবে কেউ কেউ দু:খিত।「黄金週」是日本在四月底到五月初之间的连续假期。
6ছুটিতে বাড়ি ঘুরে আসতে পেরে কেউ খুব খুশি।大部分日本的上班族都会放一週假。
7কেউ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে খুশি।今年2015年的黄金週在四月二十九号开始。
8গোল্ডেন উইক হলো জাপানের একটানা ছুটির সপ্তাহ, যা এপ্রিলের শেষে শুরু হয়ে মে'র প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এ সময়ে বেশিরভাগ জাপানিজ কাজ থেকে এক সপ্তাহের ছুটি পায়।对于日本人而言,在黄金週出门度个假是惯例,同时也代表黄金週的开始与结束都会让交通溷乱。
9২০১৫ সালে গোল্ডেন উইক শুরু হয়েছে এপ্রিলের ২৯ তারিখ থেকে। এ সময়ে জাপানের সবাই একযোগে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে।马路上、火车上和机场都十分拥挤。
10তাই গোল্ডেন উইক শুরু এবং শেষে রাস্তায়, ট্রেনে এবং বিমানবন্দরে মানুষের বিপুল চাপ পড়ে। গোল্ডেন উইকের শেষ দিকটা “ইউ-টার্ন” ভিড় নামে পরিচিত।黄金週结束时,被称做「U-Turn」潮。
11নীড়ে ফেরা মানুষের ভিড়-ভাট্টা'র গল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়:数以百万计的人们返乡也成了新闻最爱报导的题材之一。
12[ক্যাপশন] গোল্ডেন উইকের শেষ দিন: বাড়ি ফেরা মানুষের কারণে বিমানবন্দর ও রেল স্টেশনে “ইউ-টার্ন” ভিড়ের সৃষ্টি হয়েছে।黄金週最后一日:U-Turn潮涌入火车站及机场。
13জাপানিরা বছরে সবচে' বড় ছুটি পায় গোল্ডেন উইকে।基本上黄金週是日本人在一年中最长的一段假期。
14এ সময়টা তারা নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করে থাকে। অন্যান্য বড় ছুটির মধ্যে রয়েছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, মধ্য আগস্টে ও-বন উৎসব।黄金週跟其他长假不太一样,比如一月份的新年或八月中的盂兰盆节,这些都是家族会返乡团员的节日。
15সেসময়েও তারা পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে উদযাপন করে।而黄金週是自己安排过喜欢的假期生活。
16গোল্ডেন উইক পালন জাপানের খুব পুরোনো প্রথা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি চালু হয়।黄金週源自于在战后时期,让都市居民有一个假期能够回乡帮忙种植稻米或帮忙农场。
17সে সময়ে শহরের অধিবাসীদের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক খামারগুলোতে ধান উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য এ ছুটি দেয়া হতো।实际上就算到了现在,在乡下依旧看得到农村景色。
18আজকের দিনেও এই ছোট ছোট খামারগুলো জাপানের গ্রামীণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে:@kmasuda4 今年黄金週我回家种米了。
19এবারের গোল্ডেন উইকে ধান বুনতে আমি বাড়ি যাবো। আমার সবকিছু গোছানো শেষ…我有点累…(^o^;)
20যদিও অনেক জাপানিজের কাছে গোল্ডেন উইক হলো কমপক্ষে এক সপ্তাহ কাজে না যাওয়া।对许多日本人而言,黄金週表示可以远离工作至少一个礼拜。
21আবার কারো কারো মতে, লম্বা ছুটি থেকে কাজে ফিরতে জাপানিরা অস্বস্তি বোধ করেন:当然跟很多人一样,日本人对于从长假中回到工作岗位上也非常厌恶。
22গোল্ডেন উইক শেষ।黄金週结束了。
23খুব স্বাভাবিকভাবেই গোল্ডেন উইকের ছুটিতে ইনবক্স হাজারো মেইলে ভরে যায়:当然常见的问题也包括塞爆的电子信箱。
24বাস্তবতা হলো গোল্ডেন উইক শেষে আমি যখন কাজে ফিরলাম, তখন দেখলাম আমার ইনবক্সে ১,১৫৮টি না-পড়া মেইল পড়ে আছে।当我看见信箱中1,158封未读邮件,我才意识到黄金週早就结束了。
25অনেকে অবশ্য রুটিন জীবনে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন:有些人则对于回到生活常态中感到自在许多。
26অবশেষে গোল্ডেন উইকের ছুটি শেষ হয়েছে।黄金週终于结束了。
27আমার স্বামী অফিসে ফিরে গেছে। আর বাচ্চারা স্কুলে গেছে।老公回去工作、孩子回到幼稚园。
28এবার আমি শান্তিমতো বাথরুমে যেতে পারবো।我终于可以舒服的洗个澡。
29কাজ থেকে লম্বা সময় দূরে থাকার কারণে কারো কারো মধ্যে উদ্বিগ্নতাও তৈরি হতে পারে: অবশেষে গোল্ডেন উইক বিদায় নিয়েছে।讽刺的是,远离工作放鬆这麽久可能反而成了另一种压力。
30আমার স্বামী ৯ দিনের ছুটির কিছু সময় কাজে লাগাতে পেরেছিল। এর বাইরে ছুটির পুরোটা সময় সে এক আকস্মিক বিহ্বলতার মধ্যে ছিল।黄金週终于结束了,我先生也利用这假期休息了九天,他完全远离了工作。
31কী ধরনের আচরণ? ছুটির শুরুর দিকে সে বলতে লাগলো, “কী মজা, ৯ দিন অফিসে যেতে হবে না!”一开始他会说「我终于连放九天假了!」
32কিন্তু যখনি ছুটির অর্ধেক সময় পেরিয়ে গেল, তার উদ্বিগ্নতা বেড়ে গেল: আর মাত্র ৩ দিন আছে… ছুটি শেষ হতে আর মাত্র ২ দিন বাকি…।“但假期过了一半之后就变成了鬱卒的倒数:「只剩三天…只剩两天。」
33যাই হোক, আমি আমার পার্ট-টাইম চাকরির জন্য তৈরি হচ্ছি। আমরা সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি।总之我还是要准备好回去兼职工作,我们的生活终于回归正常。」
34তবে বাড়ির গৃহিনীদের কাছে গোল্ডেন উইক মানেই হলো আরো বেশি কাজ:对家庭主妇主夫们而言,黄金週假期其实工作更多。
35গোল্ডেন উইকের ছুটি শেষ হয়ে গেছে।黄金週终于结束了。
36ছুটির শুরুতেই আমার স্বামী জ্বর বাঁধিয়ে বসলো। এবং ছুটির অর্ধেকটা তার বিছানাতেই কাটলো।黄金週刚开始时,我先生就发了38度的高烧,后半假期他只能在床上度过。
37তাকে সেবা-যত্ন করতে আমার পুরোটা সময় গেল।我花了所有时间照顾他,同时还要照看我女儿。
38স্বামীর পাশাপাশি মেয়েকেও দেখেশুনে রাখতে হয়েছে। অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এই ছুটির সময়েও আমি অনেক বেশি ক্লান্ত।比起平常的时候我甚至更累。(- -;) *呼* 我希望我发烧更严重,就可以睡四天了。
39ইশ্! আমারও যদি জ্বর হতো, তাহলে ৪ দিন ঘুমিয়ে কাটাতে পারতাম।不过这是不可能的。
40কিন্তু এটা সিলেবাসের বাইরে।也不是所有人都希望黄金週就这样结束。
41গোল্ডেন উইক শেষ হওয়ায় সবাই যে খুশি তা কিন্তু নয়।今天我们庆祝黄金週假期结束了,同时也是我老婆的生日。
42আজকে আমরা গোল্ডেন উইকের শেষ দিন পালন করলাম বউয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে।即使我们前一天已经吃了超多的烤肉,我们还是去吃了韩国烤肉,她的决定。
43তার পছন্দের কোরিয়ান বারবিকিউয়ের রেস্টুরেন্টে গেলাম।这就是我老婆。 ☆
44যদিও গতকাল আমরা পেট ভর্তি করে বারবিকিউ খেয়েছিলাম। এটা আমার লক্ষ্মী বউয়ের জন্য। ☆有些人已经开始等下一个长假了:九月的「银週」。
45এরপরের বড় ছুটির জন্য সবার অপেক্ষা শুরু হয়েছে।不要怕!
46তেমন একটা বড় ছুটি আছে সেপ্টেম্বরে- “সিলভার উইকে”। গোল্ডেন উইক শেষ হয়েছে তো কী হয়েছে।虽然黄金週结束了,但银週也快到了!
47চিন্তার কিছু নেই। সামনেই সিলভার উইক আছে!译者:Eddie Lin 校对:Bamboo Hsu