Sentence alignment for gv-ben-20081020-1325.xml (html) - gv-zhs-20081021-1429.xml (html)

#benzhs
1প্যারাগুয়ে: পিস কর্পস ব্লগাররা নুতন ভুখন্ডে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছে巴拉圭:和平团志工的经验分享
2প্যারাগুয়ের ব্লগপরিসর বেড়ে চলেছে এবং প্রতিদিন অনেক স্থানীয় এবং দক্ষ ব্যক্তি চারপাশের বিশ্ব সম্পর্কে তাদের ধ্যান ধারনা নিয়ে তাদের ব্লগে লিখছেন।
3তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে এবং তাদের জীবনধারনের বিশেষ মুহূর্তগুলো সম্পর্কে মতামত বিশ্বকে জানাতে বেশী ইচ্ছুক।巴拉圭博客圈不断成长,每天都有更多本地人与侨民成立博客,表达对于周遭世界的看法,人们日渐愿意记录自身经验,让世界了解他们面对新变化的感受,其中也包括在巴拉圭工作的美国和平团志工,他们在博客里也展现相当有意思的观点。
4যুক্তরাষ্ট্রভিত্তিক পিস র্ক্পস (শান্তি বাহিনী) স্বেচ্ছাসেবক, যারা প্যারাগুয়েতে কাজ করছে তারাও এই দলের বাইরে নয় এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গী তাদের ব্লগে প্রকাশ করেছে।
5ক্যারেন তার ব্লগ ক্যারেন ইন প্যারাগুয়েতে প্যারাগুয়ের একটি বাসে চড়ার উচ্ছাস সম্পর্কে বলেন:Karen在博客Karen in Paraguay中,提到搭乘巴拉圭境内公交车的刺激经验:
6প্যারাগুয়েতে বাসে চড়া খুবই উৎফুল্লজনক, সে কারনে আমি খুবই হতাশ যে আমি এখনও এখানে তা বলিনি। প্রথমত:, বাসগুলোর সবই ব্যক্তিমালিকানাধীন কোম্পানীর যাদের উদ্ভব বাসগুলোর গন্তব্যর শহরে।搭乘巴拉圭公交车的经验很刺激,而我竟然还未在此提过,首先,公交车皆由路线目的地城镇的私人公司营运,例如Guarambaré这个小镇便有自己的公交车;每辆公交车颜色不同,而且许多公交车的挡风玻璃与后窗都有耶稣贴纸。
7উদাহরণ স্বরূপ, গুয়ার‌্যাম্বার নিজস্ব বাস আছে, প্রতিটি বাসের রং আলাদা এবং সেগুলোর বেশীর ভাগেরই উইন্ডশিল্ড ও পেছনের জানালায় যীশূর স্টিকার লাগানো আছে।
8মার্ক ইন প্যারাগুয়ে বলেন যে তিনি ৪ মাস ধরে এ দেশে আছেন এবং যখন তিনি প্রথম এসেছিলেন তখন প্যারাগুয়ে সম্পর্কে তার অনেক প্রত্যাশা ছিল:Mark in Paraguay博客的主人已在巴拉圭居住四个月,当初刚抵达时,对这个国家有许多期待:
9যখন আমি এবং আমার দল প্রথম প্যারাগুয়েতে আসি এখানে থেকে প্যারাগুয়ে সম্পর্কে জানার জন্য তখন আমরা খুবই উৎফুল্ল ছিলাম। এই উৎফুল্লতার সাথে সাথে আমাদের সকলের কাজ ছিল, তা হলো যাদের সাথে আমরা সামনের ২ বছর কাটাবো সেই অন্য আমেরিকানদের সম্পর্কে জানা।当我的团队刚来到巴拉圭时,我们都很兴奋,想看看巴拉圭究竟情况如何,除了兴奋之情,我们也负有任务,要了解未来两年将一同合作的其它美洲国家民众,虽然名为任务,但后来却比预期更简单、也更愉快。
10যদিও আমি কাজ বলছি, কিন্তু পরবর্তীকালে সেটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশী সহজ এবং আনন্দদায়ক হয়ে ওঠে।Real World: Paraguay博客的Paulita提到当地日常经验,以及巴拉圭与家乡的文化差异:
11প্যালিটা তার ব্লগ রিয়েল ওয়ার্ল্ড: প্যারাগুয়ে তে প্যারাগুয়েতে তার দৈনিক অভিজ্ঞতা এবং তার পেছনের জীবনের সাথে সংস্কৃতির পার্থক্য সম্বন্ধে উল্লেখ করেন:
12সকলে বসার পূর্বেই আহার গ্রহণ, টেবিলে থেকেই সালাদের পাত্র হতে সরাসরি খাওয়া, টেবিলক্লথ দিয়ে মুখ মোছা এখানে স্বাভাবিক। যেভাবে এইসব আচরণ কে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে অভদ্রতা বিবেচনা করি, প্যারাগুয়েবাসীরা তাদের দৃষ্টিকোণ থেকে সেভাবে আমাদেরকে অভদ্র মনে করে।不等他人就座便先开动、直接从桌子中央的色拉盘里取食、拿桌巾抹嘴,这些事在巴拉圭都很寻常,我们或许觉得这行为很粗鲁,但反过来,他们可能也会觉得我们无礼,在这里,直接拒绝邀请非常失礼,在街上没有和所有人打招呼很失礼,不把眼镜借人也很失礼。
13এখানে নিমন্ত্রণে সহজাত না বলা অভদ্রতা। রাস্তায় যাদের সাথে দেখা হয় তাদের সকলকে সম্ভাষণ না করা অভদ্রতা।Erin身为和平团农业组志工,在博客Getaway to Paraguay提及她最喜爱的经验:
14গ্লাস ভাগাভাগি না করাও অভদ্রতা।接下来是食物!
15একজন কর্প এক্সটেনশন পিস কর্প স্বেচ্ছাসেবক হিসেবে এরিন এবং তার ব্লগ গেটওয়ে টু প্যারাগুয়ে তে তার পুরো অভিজ্ঞতা এবং পছন্দের ব্যাপারগুলো সম্বন্ধে বলেন:
16এখন খাদ্যের জন্য! বেশীর ভাগ ক্ষেত্রেই আমি খুশি হতে পারিনা।我在这里实在很高兴,有很多蔬菜、西瓜、芒果,当然还有树薯!
17খাদ্যে থাকে প্রচুর পরিমাণে নিরামিষ, সানদিয়া (তরমুজ), আম, এবং অবশ্যই…মানডিওকা! একমাত্র যে জিনিস সবকিছুতে আছে তা হলো প্রচুর তেলের ব্যবহার ও ভাজাপোড়া।可惜这里饮食多油多炸,希望我能引进其它烹调方式来改善营养情况;我也想找新食谱(若任何人有食谱可在此实行,如直接火烤等,欢迎寄给我!),巴拉圭有很多肉品很便宜,虽然很难解释原因,但我比较喜欢蔬菜,我有天尝试吃血肠,结果还是比较喜欢蔬菜,不过至少我试过了,对吧。
18আশা করি আমি হয়তো অন্যধরনের বেকিং পদ্ধতি বা আরও কিছু প্রয়োগ করতে পারব পুষ্টি সামান্য বৃদ্ধিতে সাহায্য করার জন্য। আমি আরও আশা করি নুতন রেসিপি প্রচলন করতে (যদি মনে কর কারও কাছে ভাল রেসিপি আছে তবে তা এখানে ভাল কাজ করবে যেমন, আগুনের উপর রান্না, অনুগ্রহ করে আমাকে জানিয়ে দাও)।以上只是拮取少数和平团志工的博客内容,还有其它更新较频繁的博客,包括The PY Chronicles: My Two Years in Peace Corps、Laara's Paraguay Adventure、¡Jahakatu a Paraguay!、Peace Corps '08 - '10、Becoming American等。
19যখন জনগণের সক্ষমতা তাকে তখন তারা প্রচুর পরিমাণে মাংস খায় এবং আমি যে শাকসব্জি পছন্দ করি সেটা বোঝানো কিঞ্চিৎ কঠিন কাজ হয়ে ওঠে ।缩图来自SMaurano
20যদিও অন্যএকদিন আমি ব্লাড সসেজ খেতে চেষ্টা করেছিলাম এবং আমি এখনও ভেজিটেবলই পছন্দ করি কিন্তু অবশেষে আমি এটাই গ্রহণের চেষ্টা করেছিলাম!校对:Soup
21প্যারাগুয়ের পিস কর্পস স্বেচ্ছাসেবকদের কয়েকজনের অভিজ্ঞতার উদাহরণই মাত্র এসব, বর্তমানে সক্রিয় অন্যান্য ব্লগাররা হলো: দ্যা পাই ক্রনিক্যালস: মাই টু ইয়ারস ইন পিস কর্পস, লারাস প্যারাগুয়ে অ্যাডভেনচার, জাহাকাটু আ প্যারাগুয়ে, পিস কর্পস '০৮-'০৯, এবং বিকামিং আমেরিকান।