Sentence alignment for gv-ben-20080819-1139.xml (html) - gv-zhs-20080825-1292.xml (html)

#benzhs
1আরবদেশ: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে?第三次世界大战即将成形吗?
2জর্জিয়ার ঘটনা মধ্য প্রাচ্যের ব্লগাররা গভীরভাবে অনুসরণ করছেন, আর তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারন হতে পারে।
3এখানে সংক্ষেপে ইয়েমেন আর জর্ডানের ব্লগাররা কি বলছেন তা তুলে ধরা হলো।中东博客相当密切留意格鲁吉亚的进展,有些人认为可能会引发第三次世界大战,以下快速扫描也门与约旦博客的看法。
4ইয়েমেন থেকে ওমর বার্সাওয়াদ বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধা সম্ভব- প্রথমটার প্রায় ১ শতাব্দী পরে। তিনি ব্যাখ্যা করেছেন:也门的Omar Barsawad表示,距离第一次世界大战已近百年,第三次世界大战也可能发生:
5ন্যাটো কি তার বিস্তার চালিয়ে যাবে? সেটা বেপরোয়া আর খুবই বিপজ্জনক হবে।北大西洋公约组织(NATO)会继续扩张吗?
6প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুঘর্টনাবশত ‘ক্ষুদ্র ঘটনা বড় আকার নেয়' এবং এটি বুঝতে বুঝতে তা থামানোর জন্য খুব দেরী হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ দুর্ঘটনাবশত: হলেও প্রধানত: ইউরোপের একটা অংশ বেশী প্রভাবশালী হতে চেয়েছিল।那会是种很鲁莽、很危险的行为,就像在前两次世界大战一样的意外,骨牌效应接二连三而来,导致事件一发不可收拾,一次大战意外发生,主因是欧洲有国家想要称霸;二次大战是计算而来,也是因为希特勒(Hitler)的野心使然,两次大战其实也都与权力与占有石油等资源有关。
7দ্বিতীয়টা হয়েছে পরিকল্পিতভাবে, একই কারনে, হিটলারও পুরানো হিসাব ঠিক করে সাম্রাজ্যের প্রসার চেয়েছিল।Omar Barsawad想问:「欧洲还没有从上个世纪的经验中记取教训吗?」,他也想问:
8আর এই দুই বিশ্বযুদ্ধ, কোন না কোনভাবে- ছিল ক্ষমতা আর সম্পদ নিয়ন্ত্রনের জন্য; বিশেষ করে তেল।经过这么多苦难、毁灭与恐怖,欧洲人还没有学会和平共处,只想着扩张与称霸吗?
9“ইউরোপ কি গত শতকের ইতিহাস থেকে যথেষ্ট শেখেনি?”北约不断对外灌输尊重他国疆界观念,却不断积极扩张,如此究竟传达出什么讯息?
10বার্সাওয়াদ জিজ্ঞেস করেছেন।若中国或俄罗斯也跟进拓展与散布武器和导弹,北约会默默接受吗?
11তার অন্যান্য প্রশ্ন হলো:他的结论是:
12সেখানে কি যথেষ্ট কষ্ট, ক্ষতি আর বিভীষিকা হয়নি তাদের শিক্ষা নেয়ার মত যাতে তারা একে অপরকে নিয়ে থাকতে পারে, তাদের কোন এক পক্ষ কলেবরে বেড়ে অপরকে নিয়ন্ত্রণ না করে?
13ন্যাটো সব সময় বলে যে প্রত্যেক দেশের উচিত অন্যের সীমানাকে সম্মান করা, কিন্তু সে নিজে আক্রমণ করে প্রসারিত হচ্ছে, এটা কি ধরনের বার্তা পাঠায়?不断向俄国挑衅、步步进逼,会意外导致无法想象的后果,亦即第三次世界大战,各国准备好了吗?
14যদি রাশিয়া বা চীন একই ভাবে আচরন করে- নিজের সীমানার বাইরে প্রসারিত করে আর মিসাইল অন্য এলাকায় রাখা, ন্যাটো কি চুপচাপ তা গ্রহণ করবে?双方持有的核武与大规模毁灭性武器目前只是吓阻之用,但还能按捺多久?
15বার্সাওয়াদ শেষ করেছেন: রাশিয়াকে বার বার আঘাত করে আর তাকে কোনঠাসা করলে দুঘর্টনাবশত কল্পনাতীত ঘটে যেতে পারে: তৃতীয় বিশ্বযুদ্ধ।另一方面,约旦博客Naseem Tarawnah要问:「格鲁吉亚在哪里?」,因为他发现地图上竟然没有这个国家…没错,就是Google地图。
16কেউ কি এটার জন্য প্রস্তুত? পারমাণবিক আর অন্যান্য বিপুল বিধ্বংসী অস্ত্র যা দুই পক্ষের আছে তা এতোদিন এটাকে ঠেকিয়ে রেখেছে, কিন্তু আর কতো দিন?如果各位与我年纪相近,阅读史书里的战争与冲突,每件事听起来似乎都很老套,甚至有些久远,因此我今天有点意外,终于出现与我这一代稍微相近的事情,本月格鲁吉亚遭俄罗斯入侵显然是头条新闻,然而这个国家却在地图上消失了,就是Google地图。
17এর মধ্যে, “জর্জিয়া কোথায়?” জিজ্ঞেস করছেন জর্ডানের ব্লগার নাসিম তারাওনাহ।Naseem Tarawnah之后解释,为何格鲁吉亚没有在地图上:
18তিনি এটা আবিস্কার করেছেন যে মানচিত্র থেকে দেশটি মুছে ফেলা হয়েছে- অবশ্য গুগুল ম্যাপের কথা হচ্ছে এখানে। আপনার বয়স যখন আমার মতো হবে আর আপনি ইতিহাসের বইতে যুদ্ধ আর বিবাদের কথা পড়বেন সব কিছু কেমন গতবাঁধা আর প্রাচীন মনে হবে।在多数冲突中,基础建设总是首要攻击目标,Google不希望外界认为他们的地图技术帮助特定一方,故决定将Google地图常见得到的格鲁吉亚境内细节全部移除,包括道路、乡镇、城市等,邻国亚塞拜然与亚美尼亚的地图细节也一并撤下。
19তাই আজকে আমি দেখে অবাক হয়েছি, কিছু একটা যা আমার প্রজন্মকে আর একটু বেশী কিছু বলছে।另一位约旦博客Hareega利用这场危机取笑美国总统布什(George Bush),质疑他的地理常识:
20আপাতদৃষ্টিতে, রাশিয়া আক্রান্ত জর্জিয়া যা এই মাসে শিরোনামে আসছে, তা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে।俄罗斯与格鲁吉亚的战火愈演愈烈,当布什总统听闻格鲁吉亚遭遇猛烈炮火时,他便呼吁美国亚特兰大市民要支持下去,尽力做好奥运主办城市的角色。
21গুগুল ম্যাপের কথা বলছি।英文版回应翻译如下:
22তারাওনাহ তারপর ম্যাপে জর্জিয়া না থাকার কারন ব্যাখ্যা করেছে:2008年8月18日 16:16 Paul:
23যেকোন যুদ্ধে অবকাঠামোগুলো আঘাতের প্রথম লক্ষ্য করা হয়, সার্চ ইঞ্জিন গুগুল চায় না যে উভয় পক্ষের কেউ তাদের ম্যাপের প্রযুক্তি দিয়ে অবকাঠামোর অবস্থান জেনে লাভবান হোক। এই কোম্পানি তাই জর্জিয়ার বিশদ বিবরন যেমন রাস্তা, শহর ইত্যাদি যা গুগুল ম্যাপ দিয়ে যে কোন দেশেরই দেখা যায় সেগুলো মুছে দিয়েছে।我是来自亚美尼亚的博客,时常检阅邻近地区的Google地图,对于格鲁吉亚、土耳其、伊朗等国地图细节总是不足,感到非常失望,现在战争爆发后,许多人于是利用Google地图寻找格鲁吉亚,然后便做出Google刻意将地图细节撤下的结论,我可以向各位保证绝非如此!
24তার সাথে সাথে পার্শবর্তী দেশ আজারবাইজান আর আর্মেনিয়ার তথ্যও সরিয়ে ফেলেছে।细节根本从来都没有出现!
25জর্ডান থেকে সহব্লগার হারিগা এই সুযোগ ব্যবহার করেছে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ নিয়ে ঠাট্টা করতে, তার ভুতাত্তিক জ্ঞানকে প্রশ্ন করে:如果有任何阴谋论指称Google涉入这场战争等,那些都只是阴谋论!
26রাশিয়া আর জর্জিয়ার মধ্যকার যুদ্ধ কুৎসিত হয়ে গেছে।校对:abstract
27প্রেসিডেন্ট বুশ যখন শোনেন যে জর্জিয়ার উপর বোমা বর্ষণ হচ্ছে, তিনি আটলান্টার (আমেরিকার জর্জিয়া যেই প্রদেশে) জনগণকে আহবান করেছেন দৃঢ় থেকে তাদের সাধ্যমত অলিম্পিক গেমসের আয়োজন চালিয়ে যেতে।