# | ben | zhs |
---|
1 | ইরান: বিক্ষোভ নিয়ে আরো নাগরিক ভিডিও | 伊朗:更多来自民众的抗议影片 |
2 | ১৫ই জুন সোমবার তেহরানে প্রায় লাখেরও বেশী লোক মিছিল করেছেন সংস্কারক প্রেসিডেন্ট প্রার্থী, মির হুসেইন মুসাভির হয়ে। তার দাবি যে নির্বাচনের ফলাফল যেন বাতিল করা হয় যেখানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ১২ই জুন এর নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। | 德黑兰街头周一有超过10万名群众,游行声援改革派总统候选人穆沙维,并支持他的诉求:要求取消 6月12日所宣布的选举结果「伊朗现任总统阿赫马迪内贾德获胜当选连任」。 |
3 | এই মিছিল রক্তক্ষয়ের মধ্য দিয়ে শেষ হয় এবং অন্তত ৭ জন প্রতিবাদকারী জীবন হারান। | 这场示威游行以流血冲突结束,至少七人丧生。 |
4 | ব্রিটেনের চ্যানেল ৪ টেলিভিশনের রিপোর্ট অনুসারে, (বিদেশী রিপোর্টিং এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচারিত হয়েছে) জনতা পাথর ছুঁড়ে মেরেছে আর সরকারপন্থী বাসিজ মিলিশিয়ার একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। | 根据英国公共电视第四频道的报导(虽然伊朗当局禁止外国媒体报导,第四频道仍加以播出),人群向一幢属于支持政府的伊斯兰民兵的建筑物,丢掷石块与纵火。 |
5 | হেলমেট পরা একজন মিলিশিয়া বাতাসে তার একে-৪৭ থেকে গুলি ছোঁড়েন একঝাঁক পাথরের আক্রমণে পিছু হটার আগে। | 一个戴头盔的民兵,在从如雨般砸下的飞石中撤退前,在屋顶上以AK-47步枪对空鸣枪。 |
6 | ইউটিউবে আরো নাগরিক ভিডিও আছে যে এই আক্রমণ কেমন করে হলো: | YouTube上有更多市民所纪录的攻击如何发生的片段: |
7 | এই গুলিবর্ষণের ঘটনার পরের দিন সকালে তেহরানের রাসুল আকরাম হাসপাতালের কর্মীরা হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। | 开枪后的第二天早晨,德黑兰Rasool Akram医院职员示威抗议武装民兵杀人。 |
8 | নীচের ভিডিওতে একজন বিক্ষোভকারী একটা প্লাকার্ড ধরে আছেন যেখানে লেখা: ”৮জন শহীদ”: | 一个示威者手持写有「8 烈士」的标语牌。 |
9 | গুলি করা বা অত্যাচার বিক্ষোভকে দমাতে পারেনি, আর হাজার হাজার লোক তেহরানে মঙ্গলবার আবার মিছিল করেছেন। | 枪击或镇压无法遏止抗议行动,德黑兰周二再度有数千人走上街头示威抗议。 |
10 | অন্যান্য শহরেও বিক্ষোভ বাড়ছে। | 伊朗其他城市的示威也陆续增加。 |
11 | শিরাজ থেকে নেয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ছবি পুড়িয়েছেন। | 以下片段是伊朗第六大城席拉兹(Shiraz)的示威者焚烧总统阿赫马迪内贾德的照片。 校对:ilya |