# | ben | zhs |
---|
1 | সিঙাপুর: সুইস নাগরিককে ট্রেন ধ্বংসের অভিযোগে বেত্রাঘাত করা হবে | 新加坡:瑞士籍男子破坏公物遭鞭刑 |
2 | গত ২৫শে জুন, ২০১০, বত্রিশ বছর বয়সী অলিভার ফ্রিকারকে পাঁচ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে সিঙাপুরের এক ট্রেন ডিপোতে অনধিকার প্রবেশ করে ট্রেনের বগিতে রং করার জন্যে। | |
3 | তিনি স্প্রে রঙ দিয়ে ট্রেনের দুটি বগিতে ‘ম্যাকয় বানোস' শব্দ দুটি লিখেছেন যার ভিডিও অনলাইনে বহু প্রচারিত হয়েছে। | |
4 | তার সাথে তখন ব্রিট্রেনের লয়েড ডেন আলেকজান্ডার ছিলেন সাহায্যকারী হিসেবে। | |
5 | তার বিরুদ্ধে অভিযোগে প্রকাশ যে এই ব্রিটিশ নাগরিক সিঙাপুরে মাত্র তিন দিনের জন্যে ছিলেন এবং দ্রুত ফিরে গেছেন। | |
6 | সিঙাপুর আলক্জান্ডারকে ফেরত দেবার কথা বলছে যে বর্তমানে হংকং আছে বলে অনেকে জানে। আইন নিয়ে পর্যালোচনাকারী ব্লগার রাইট জুরিস লিখেছেন যে বিদেশিদের সেই দেশের আইনের প্রতি সম্মান জানান উচিৎ। | 32岁的Oliver Fricker五月份闯入新加坡电车停车场,在两节车厢外涂上「McKoy Banos」字样,他在认罪后,于6月25日遭判处鞭刑三下及五个月有期徒刑(涂鸦画面在博客及论坛里广为流传)。 |
7 | আমি যদিও বেত্রাঘাত, পাথর দিয়ে আঘাত বা এই প্রকারের শাস্তির পক্ষে নই, আমি বিশ্বাস করি যে এইসব হয়ত দরকার হয় মানুষ এবং সম্পদ রক্ষার্থে। | |
8 | অপরাধী (অপ্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক) অপরাধের শিকার নয়, অপরাধ করা তাদের সিদ্ধান্ত। | |
9 | সিঙাপুরের আর্থ সামাজিক ব্লগার কার্স্টেন হান এই শাস্তির প্রকার সম্পর্কে নিন্দা জানিয়েছেন এই বলে যে এটি “খুবই খারাপ” এবং তিনি সিঙাপুরকে একটি নির্যাতনের আখড়া হিসেবে অভিহিত করেছেন: | |
10 | এটি সত্যিই বমি উদ্রেককারী। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা একটি ছোট অপরাধের জন্যে এরকম একটি বর্বর শাস্তি দিতে চাচ্ছি। | 当时他的同夥为英国籍男子Lloyd Dan Alexander,据检察官指出,英国男子在新加坡仅停留三天,据信目前应该在香港,新加坡已发出引渡要求。 |
11 | এর জন্যে তো কারও শারীরিক ক্ষতি হয়নি (এবং জনসমক্ষে এটি হয় নি)। একে অতিরঞ্জিত করা হয়েছে। | 法律分析博客Right Juris表示,外籍人士应遵守现居国法律: |
12 | আমি বলছিনা যে সে বিদেশী তাই এমন বলছি। যে কারও জন্যেই এই শাস্তি বাড়াবাড়ির পর্যায়ে। | 尽管我不支持鞭刑、用石块砸死人或其他暴力形式,我瞭解有时这是保护人民及国家的必要行为,无论成年与否,没有人选择成为犯罪受害人,罪犯决定了一切。 |
13 | এবং আমার খারাপ লাগছে এই ভেবে যে আমার দেশে কারও প্রতি এমন করল এবং একে দরকার মনে করল। | 星国社会政治博客Kristen Han抨击这项处罚「彻底令人作恶」,让新加坡成为「全球虐囚枢钮」: |
14 | সিঙাপুরের ব্লগার রজার পোহ বেত্রাঘাতকে শয়তানী ও বর্বর কার্য হিসেবে অভিহিত করেছেন এবং সিঙাপুরের বিনয়ী ও দেখভাল করার সমাজের আকাঙ্খাকে একহাত নিয়েছেন। বেত্রাঘাতকে শয়তানী ও বর্বর কার্য এবং এর দাগ থেকে যায় মানুষের শরীরে। | 这真是彻底令人作恶,此事没有任何人因此伤亡,甚至几乎没有人发现,我无法相信政府为了这种小罪,竟然得动用如此古老且野蛮的刑罚,着实令人无法接受,我不在乎当事人来自哪一国,这种惩罚对任何人都太过分,我国会如此待人,还觉得有必要,真让我觉得反胃。 |
15 | আধুনিক সভ্য সমাজে বেত্রাঘাতের কোন স্থান নেই। | 新加坡博客Roger Poh认为鞭刑「残忍又野蛮」,也打击星国的友善及亲切形象: |
16 | মাঝে মাঝেই সিঙাপুর ঘোষণা দেয় যে এটি আরও বিনয়ী ও দয়ালু সমাজ হতে চায়। আমরা যতদিন বেত্রাঘাতকে উপড়ে না ফেলছি এই আকাঙ্খা শুধুই কথা সর্বস্ব হয়ে থাকবে। | 鞭刑既残忍又野蛮,因为鞭刑直接打在臀部上,没有任何衣物阻挡,常会造成永久伤痕,鞭刑在现代文明社会里已无容身之处,新加坡不时会昭告天下,希望成为更友善有礼的社会,除非废除鞭刑,否则这些口号永远只是空话。 |