# | ben | zhs |
---|
1 | ইরান: ১৯৮৮ সালের গনহত্যা স্মরন করছে শোকাহত পরিবাররা | 伊朗:受难者家属的记忆 |
2 | গত ৩১ আগস্ট ছিল ১৯৮৮'র ইরানের রাজনৈতিক বন্দীদের গনহত্যার ১৯তম বার্ষিকী। খাভারানে অবস্থিত এই সব বন্দীদের নামহীন গনকবরে এসেছিল তাদের বন্ধু ও আত্মীয়স্বজনরা কারো সন্তান বা কারো ভাইবোনকে স্মরন করতে। | 1988年,数千名伊朗政治犯遭处决弃置于Khavaran的乱葬岗,至2007年8月31日已届满19周年,受害者亲友重返乱葬岗,吊念如无名氏般遭弃葬的亲人。 |
3 | বিভিন্ন মানবাধিকার সংগঠন যেমন হিউমান রাইটস ওয়াচ এ নিয়ে ইরানী সরকারের কাছে প্রতিবাদ করলেও তারা কখনই এই হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। | |
4 | এইসব মৃতদের অনেকেই তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্যে বিপ্লবী কোর্টের পক্ষপাতিত্বমূলক বিচারের ফলে জেল খাটছিল। যদিও তাদের কেউই মৃত্যুদন্ডে দন্ডিত ছিল না। | 尽管“人权观察”等团体不断施压,伊朗政府从未正式承认上述事件存在,这些人犯当初都是因为从事政治活动,遭到政府逮捕送往革命法庭违法审判,但他们当时并非死刑犯。 |
5 | বড় আয়াতুল্লাহ মন্তাজেরি যার বড় আয়াতুল্লাহ খোমেনীকে (ইসলামিক রিপাবলিকের ফ্রতিষ্ঠাতা) প্রতিস্থাপন করার কথা ছিল, তিনি একদা এই গনহত্যার প্রতিবাদ করেছিলেন। | |
6 | পরে ইসলামিক রিপাবলিকের হর্তা-কর্তাদের দ্বারা তাকে চুপ করানো হয়েছিল। আজাদী-বি এই অনুষ্ঠানের ৩০টি ছবি প্রকাশ করেছে। | 蒙塔瑟里(Montazeri)原订为伊朗建国者何梅尼(Khomeini)的接班人,但后因他曾批评屠杀事件,最后遭政府打入冷宫。 |
7 | This album is powered by BubbleShare - Add to my blog কুশতার ৬৭ (মানে ৮৮ সালের ৬৭টি হত্যা) বলছেন: | Azadi-B提供30张有关纪念活动的相片: |
8 | ৮৮'র গ্রীষ্মের ওই রাজনৈতিক হত্যাকান্ডের পর ১৯ বছর অতিক্রান্ত হয়েছে। আমরা এখনও আশা করে আছি একদিন ট্রুথ কমিশন এ সম্পর্কে তথ্য উন্মোচন করবে এবং জনপ্রিয় ট্রাইবুনাল এই অপরাধের জন্য দোষীদের নিন্দা করবে। | Kooshtar 67表示[Fa],1988夏天的残杀事件至今已过19年,我们仍盼望有天真相调查委员会能公布资讯,让人民所支持的法庭能谴责罪魁祸首。 |
9 | আজারমেহর জানাচ্ছেন ওই হত্যাকান্ডের পূর্বে জেলে কি হয়েছিল: | Azarmehr描述处决前在狱中的情况: |
10 | ইরানী রাজনৈতিক বন্দীদের তিন মোল্লাবিশিষ্ট একটি হাস্যকর কোর্টের সামনে দাঁড় করানো হয়েছিল। বন্দীদের দুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। | 政治犯被送进由三名伊斯兰教长组成的私设法庭,并回答以下两个问题:“你相信阿拉吗?”、“你是否准备脱离现有组织?”,但囚犯完全不知道回答的后果,只要回答“不”,便会立刻遭到处决。 |
11 | “তুমি কি আল্লাহকে বিশ্বাস কর?” আর “তুমি কি তোমার দল থেকে বের হয়ে যাবে?” | 许多犯人其实已服刑期满,可是尚未获释,甚至有些人已经出狱后又被抓了回来。 |
12 | বন্দীদের কোন ধারনাই ছিল না তাদের উত্তরের ফল কি হতে পারে। উক্ত দুই প্রশ্নের যে কোন একটির না বলার শাস্তি ছিল মৃত্যুদন্ড। | Royeh Madareh Zendgi张贴一张图片,还写[Fa]首诗纪念1988年事件的受难者与家属,其中提及: |
13 | এদের মধ্যে অনেক বন্দীদেরই সাজা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাদের ছাড়া হয়নি। কাউকে কাউকে ছেড়ে দেয়ার পরও আবার ধরে আনা হয়েছে। | 我知诸位不会遗忘 我等兄弟之命运 多年飞逝 人们犹记风雨夜 血腥之暑 |
14 | রোয়ে মাদারেহ জেন্দগি একটি ছবি প্রকাশ করেছেন এবং ১৯৮৮ সালের গনহত্যায় মৃতদের এবং তাদের স্বজনদের উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছেন। | |
15 | এই ব্লগার বলছেন: | 以上图片为流亡政治犯协会制作的受难者纪念海报 |
16 | এবং আমি জানি যে তোমরা ভুলে যাবে না আমাদের ভাইদের পরিণতি এত বছর পরে কোন এক ঝড়ের রাতে তোমাদের মনে পড়বে সেই রক্তাক্ত গ্রীষ্মের কথা | |
17 | × উপরের ছবিটি গনহত্যার শিকারদের স্মরনে এসোসিয়েশন অফ পলিটিকাল প্রিজনারস ইন এক্জাইল প্রকাশিত একটি পোস্টার | |