# | ben | zhs |
---|
1 | ভারত: গর্ভপাত, বাবা-মা আর ভারতীয় আইন সাম্প্রতিক একটি মামলা ভারতের গর্ভপাত আইনের দিকে সবার দৃষ্টি ফিরিয়েছে। | 印度:堕胎法强硬,缺陷儿父母求助无门 |
2 | ভারতের বর্তমান আইন অনুযায়ী ২০ সপ্তাহের গর্ভাবস্থার পর গর্ভপাত করতে দেয়া হয় না, যদি না গর্ভবতীর স্বাস্থ্যের জন্য গর্ভধারণ বিপদ্জনক হয়। | |
3 | এই ক্ষেত্রে এক দম্পতি, যাদের ২০ সপ্তাহের চেয়ে পরিণত ভ্রুণে জন্মগত হৃদ ব্লক দেখা গিয়েছিল তারা ভারতের একটা আদালতে গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত তার অনুমতি দেয় নি। | |
4 | এই কেস গর্ভপাত সংশ্লিষ্ট একটি বিতর্ক তৈরি করেছে। অ্যান অরেঞ্জ কোট ব্লগ আদালতের রায়ের পিছনের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। | 近日法院聚焦印度堕胎法,根据最近的印度法律,除非怀孕会影响母体健康,否则一律禁止怀孕20周后妇女堕胎。 |
5 | যদি ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায় তাহলে তারপর নয় কেন? ২০ সপ্তাহের পর গর্ভপাত করতে দেয়া হয় যদি মার জীবন শংকায় থাকে। | 最新一起特殊案例,一对夫妻在怀孕超过20周的期限后,发现胎儿有先天性心室传导阻滞,到印度法院申请批准堕胎,然而法院不同意堕胎手术,因此引爆堕胎争议。 |
6 | কিন্তু কোন ভ্রুণের যতই দোষ থাকুক না কেন ২০ সপ্তাহের পর তা গর্ভপাত করা যাবে না। | an orange cat 质疑法院决议背后的道德观: |
7 | এটা কি ন্যায়সম্মত যে এটা জানার পরও যে বাচ্চাটা স্বাভাবিক জীবন পাবে না তারপরেও তাকে জন্ম দেয়া? | |
8 | প্রত্যেক বাবা মা চায় তার সন্তান সুস্থভাবে বেড়ে উঠুক। | 如果怀孕二十周以内可以堕胎,为什么二十周以后不行? |
9 | কে চাইবে তার সন্কানকে পেসমেকার আর লাইফ সাপোর্টে থাকতে জন্মের পর থেকে, তাদের উপর সব কিছুর জন্য নির্ভরশীল থাকতে? একটা এমএসএন ফোরামে বাবা মার ইচ্ছায় গর্ভপাতের বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে। | 当母体有生命危险时,可以允许堕胎,但是不管胎儿的缺陷有多严重,20周之后的堕胎都是违法的,如果明知道胎儿无法拥有正常的生活,仍然执意生下宝宝,这 真的道德吗? |
10 | একজন মন্তব্যকারী গর্ভপাতকে হত্যার সমতুল্য বলেছেন: এইক্ষেত্রে এটা স্বেচ্ছায় হত্যা (মার্সি কিলিং)। | 每个父母都希望自己的孩子可以健康长大,谁想看到自己的小孩从出生那一刻,就必须仰赖学步器与维生系统,完全离不开父母的照顾? |
11 | একটা বিষয় শুধু চিন্তা করেন, কেউ কি জীবন ত্যাগ করতে চাইত যদি পরবতীতে এই ত্রূটি ধরা পড়ত? | 在一个MSN论坛上,堕胎是否可交由父母选择这个问题引起不少回应,其中一个回应者认为堕胎好比谋杀,他说: |
12 | যদি আমরা ডাক্তারি রিপোর্ট বিশ্বাস করি তাহলে কেন বিশ্বাস করিনা যে ডাক্তারি বিজ্ঞান এর চিকিৎসাও করতে পারবে? | 这个案子是人道谋杀,请想想这点,如果孩子出生后才发现缺陷,是否能获准遗弃这个新生命? |
13 | আর একজন মন্তব্যকারী বলেছেন: | 如果我们相信医学预报,为什么我们不能同等相信医学能将疾病治愈? |
14 | যে কোন মহিলার (আর তার সঙ্গীর) জন্য গর্ভপাত একটা কষ্টকর সিদ্ধান্ত। | 也有人回应: |
15 | যদি হবু মা মানসিক আর আর্থিকভাবে তার হবু বাচ্চার চাহিদা পূরণে অক্ষম হয় তাহলে তার গর্ভপাত করা উচিত একটা না চাওয়া বাচ্চাকে জন্ম দেয়ার চেয়ে। | 堕胎对女人(与她的伴侣)而言,都是痛苦的决定,如果准妈妈在情绪与财务上无法满足孩子需要,拿掉还是比迎接一个不想要的孩子来的好。 |
16 | সামির আগারওয়াল জানতে চেয়েছে যে ঐ বাচ্চার কি অবস্থা হবে যখন সে জানতে পারবে যে তাকে প্রাথমিকভাবে চাওয়া হয়নি। | Sameer Agarwal 想问如果未来这个孩子发现自己一开始并不受这个世界欢迎,将有什么后果? |
17 | মামিস ওয়েব্লগ এ অনেকে মন্তব্য করেছে যেখানে তারা বাবা মা, আর যে বাচ্চাটা গুরুতর অক্ষমতা নিয়ে জন্মাতে পারে তাদের প্রতি তাদের সহমর্মিতা জানিয়েছে। | |
18 | চেন্নাই টেলিভিশন দেখার চেষ্টা করেছে যে ধর্ম আর বিজ্ঞান গর্ভপাত আইনে কি ভুমিকা রাখে। এই বিতর্কের আর একটা দিক হলো যে এই দম্পতি বেআাইনি গর্ভপাতে যায়নি, বরং তারা আদালতের সম্মতি চেয়েছে। | Maami's Weblog 上有篇文章引来许多意见,为这对父母以及出生后可能有严重缺陷的孩子表示同情;Chennai Television 探讨科学看法与宗教在堕胎法上扮演的角色。 |
19 | মুম্বাই মেটব্লগস বলেছে: প্রথমত: আমাদের এখানে শত শত নিকিতা নেই যারা প্রতিদিন গর্ভপাতের জন্য আদালতের রায় চায়। | 关于这个议题的另一项观点指出,这对父母并没有选择非法堕胎,而是寻求法院同意,Maami's Weblog 表示: |
20 | দ্বিতীয়ত: যারা আইনের প্রতি শ্রদ্ধা ছিল আর ঠিকভাবে কাজটা করতে চাচ্ছিল তাদের ইচ্ছাকে বাতিল করা হয়েছে। এরপর আমার মনে হয় না যে এই বিষয়ে ন্যায় পাওয়ার আশা মানুষের থাকবে। | 首先,我们不是每天都有数百个女性 走进法院要求法院帮忙准许堕胎;其次,这个人忠于司法,希望寻求正确的方式来解决,却被法院拒绝;我不相信日后还会有人对任何议题抱持希望,期待可以得到正义,这个故事告诉我们的是这种事情会让民众失去对法律与正义的信心。 |
21 | এই গল্পের শিক্ষা হলো যে এই ধরনের ঘটনা আইন আর বিচারের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে দেবে। | 不过另一方面,可能会出现滥用法律来争取怀孕20周后堕胎,这可能增加现有的胎儿性别挑选问题;但总而言之,法院似乎还没准备好为多年不曾改变的堕胎法开创先例。 |
22 | অন্য ব্যাপার যেটা ফুটে উঠছে তা হলো ২০ সপ্তাহের পরে গর্ভপাতের আইনের অপপ্রয়োগ, যা ইতোমধ্যে থাকা লিঙ বেছে গর্ভপাতের মাত্রা বাড়িয়ে দেবে। তবে মনে হচ্ছে আদালত আইনের ব্যাত্যয় ঘটাতে রাজি না, যা অনেক বছরে পরিবর্তিত হয় নি। | 就像 Dr. Datar所说,这场法律战争将会提高人民意识,现行法律确实有所阙漏,有必要提出1971年通过的怀孕终止法案(MTP Act)第五条修正案,关于胎儿出生后的生活品质争议将会持续扩大,这项法案必须修订,印度立法机构应尽快采取行动。 |
23 | যেমন ডঃ ডাটার পরে বলেছেন এই আইনি লড়াই বর্তমান আইনে যে ফাঁক আছে তা সম্পর্কে সচেতনতা বাড়াবে আর এমটিপি অ্যাক্ট ১৯৭১ এর সেকশন ৫ এর সংশোধনীর প্রযোজনীয়তার কথা আসবে। | |
24 | জন্ম পরবর্তী জীবনের মান নিয়ে বিতর্ক চলছে। আইনের সংশোধন দরকার, আর বিধানকর্তাদের তাদের কাজ ঠিক করা দরকার দ্রুত। | 校对:Portnoy |