# | ben | zhs |
---|
1 | কোস্টা রিকা: ব্যান্ড প্রকাশ করছে ভিডিও নাগরিক সহযোগীতায় | 哥斯达黎加:乐团推出协作式音乐录像 |
2 | কোস্টা রিকার ব্যান্ড মাল্পায়েস তাদের সাম্প্রতিক সিডির প্রথম সিঙ্গেলের ভিডিও প্রকাশ করেছে। দ্যা বাটারফ্লাই এফেক্ট নামক এই ভিডিওটি অন্যগুলোর থেকে আলাদা কারন এর মধ্যে ভক্তদের পাঠানো ভিডিও ক্লিপ আছে যা তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। | 哥斯达黎加乐团Malpais推出最新唱片第一支单曲的音乐录像,这首歌曲「蝴蝶效应」的影片不同之处,在于包括由歌迷拍摄上传至乐团网站的片段,这张唱片Un Dia Lejano(遥远一日)的音乐录像已于网络上推出。 |
3 | উন দিয়া লেজানো (দূরের এক দিন) অ্যালবামের অংশ এই নতুন ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়। ফেব্রুয়ারিতে ক্রিস্টান কাম্ব্রোনিরো তার ব্লগ ফুসিল দে চিস্পাসে লিখেছিলেন এই দলের ভিডিওতে অংশগ্রহণের অনুরোধ সম্পর্কে: | Cristian Cambronero在二月时,便曾在个人博客Fusil de Chispas提到,该乐团欢迎歌迷参与制作: |
4 | এই প্রথম জাতীয় একটা ব্যান্ড এমন একটি মডেল ব্যবহার করছে যাকে বহুভাবে অন্যক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইন্টারনেটের সম্ভাবনার কারনে। ফলাফলের জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে। | 网络为世界带来许多新的可能,也是首次有我国乐团采用这种模式,我们将密切留意结果如何。 |
5 | স্প্যানিশে মাল্পায়েসের মানে খারাপ দেশ, আর এটা ছোট তীরবর্তী এক এলাকার নাম যার থেকে ব্যান্ডটার নাম এসেছে। মাল্পায়েস শহর সম্প্রতি জনপ্রিয় হয়েছে স্থানীয় আর আর্ন্তজাতিক পযর্টকদের কাছে, আর ওখানের শিল্পী, বাদক আর পর্যটক যারা ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা বেশ প্রানবন্ত লোক। | 「Malpais」在西班牙文意为「坏国家」,也与哥国一个海岸小镇同名,小镇因此广受国内外游客喜爱,亦成为许多艺术家、音乐家及旅行者落脚之 处,以下是该乐团当初邀请歌迷共同为「蝴蝶效应」一曲参与影片创作的片段,他们欢迎歌迷使用任何器材拍摄,无论是专业摄影机、傻瓜数位相机或行动装置皆可。 |
6 | নীচের ভিডিও হচ্ছে দ্যা বাটারফ্লাই এফেক্ট গান সম্পর্কে ভক্তদের ভিডিও জমা দিতে চেয়ে ব্যান্ডের আহ্বান। | 参与活动的作品最后若获选,将可得到唱片、音乐录像推出演出会的入场券,并列名在录像之中,最终获选者名单请见此,官方录像版本如下: |
7 | ভক্তদের বলা হয় ভিডিও পাঠাতে যেকোন গ্যাজেট ব্যবহার করে: পেশাগত ক্যামেরা, ছোট ডিজিটাল ক্যামেরা বা মোবাইল থেকে। | 这个乐团的myspace页面上有更多音乐作品,若各位有兴趣练习乐器,官方网站上也能下载部分歌曲的吉他乐谱。 |
8 | যারা ভিডিও পাঠিয়েছিল যার থেকে পরে বাছাই করে মূল ভিডিওতে নেয়া হয়েছে তাদের জন্যে রয়েছে ব্যান্ডের সিডি, ভিডিও কন্সার্টের টিকিট আর স্বীকৃতি। | |
9 | বিজয়ীদের তালিকা এখানে আর মূল ভিডিও এখানে: | 校对:Soup |
10 | মাল্পায়েসের আরো গান আপনারা ওদের মাইস্পেস পাতায় শুনতে পারেন, আর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওদের গিটার তব্লাচুর ডাউনলোড করতে পারেন কিছু গানের জন্য যদি আপনি নিজে নিজে মিউজিকের তালে গাইতে চান। | |