Sentence alignment for gv-ben-20081015-1297.xml (html) - gv-zhs-20081025-1435.xml (html)

#benzhs
1ভারতঃ ভিডিও ভলান্টিয়ারের কমিউনিটি সাংবাদিকতা印度:Video Volunteers的小区新闻
2ভারতের গ্রাম ও বস্তিগুলোতে উৎসাহী মিডিয়া প্রযোজকদের একটা অলাভজনক সংস্থার নাম ভিডিও ভলান্টিয়ার্স। সংস্থাটি তাদের সমাজের উপযোগী ভিডিও তৈরী করে এবং মাসব্যাপী কমিউনিটির অভ্যন্তরে সহস্রাধিক মানুষকে প্রদর্শন করে থাকে।Video Volunteers是个非营利组织,成员均来自印度乡村与贫民窟,他们制作与自身相关的内容,并在小区内播放,每个月均有数千人因此得知攸关自己的新闻与活动,进而采取各种行动。
3এগুলো মানুষকে প্রভাবিত করে এবং কাজের জন্য উদ্বুদ্ধ করে।这个组织另建立Channel 19这个网上录像频道,将成品提供给其他民众。
4চ্যানেল ১৯ হচ্ছে অনলাইন ভিডিও এর এমন একটা চ্যানেল যেখানে কমিউনিটির জন্য নিজেদের তৈরী ভিডিওগুলি সংরক্ষণ করা হয় বাদবাকী মানুষকে দেখাবার সুযোগ দিতে। ভিডিও ভলান্টিয়ার্সের সর্বশেষ ভিডিওটি ধারাভীর ধর্মঘট তুলে ধরেছে।最新录像提到印度孟买的达哈维(Dharavi)是世界最大贫民窟,先前发生罢工事件,起因为政府原本承诺,要提供每户400平方英尺的土地使用,但后来在会议中,每户面积却压低至300平方英尺,「达哈维黑暗日」这段录像由Video Volunteers拍摄制作,其中有完整报导:
5ভারতের মুম্বাইতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম ধারাভী। এই ধর্মঘট আহুত হয়েছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে।该组织的其他录像亦颇具观点:「女生也能玩!」
6এই বস্তির প্রতিটা পরিবারকে নির্মাণের জন্য ৪০০ স্কয়ার ফিট বরাদ্দ দেয়া হবে সরকারী এমন প্রতিশ্রুতি পাল্টে সরকারী নীতিনির্ধারণী বিগত সভায় পরিবার প্রতি ৩০০ স্কয়ার ফিট বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত নিচের ভিডিওটিতে ধারাভীর কালো দিবসের পূর্ণ গল্প ও চিত্র রয়েছে:这部录像中,小区记者访问贫民窟孩子平常在玩些什么,结果发现男孩在玩,女孩却得做家事,于是访问一位女性板球选手,强调懂得玩有多么重要,并鼓励其他女孩效法;「再晚学习都不迟」这部录像里,一名女性拾荒者决定改变未来,努力学习当老师,最后终于获得教师证书。
7চ্যানেল ১৯ এ ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত অন্যান্য ভিডিওগুলো অন্তর্দৃষ্টিসম্পন্ন ও অনুপ্রেরণাদায়ক: নারীরাও খেলতে পারে!, কমিউনিটি সাংবাদিকরা বস্তিবাসীদের জিজ্ঞাসা করছে শিশুরা খেলার জন্য কি করে।
8দেখা গেছে যে ছেলেরা খেলাধুলা করে অন্যদিকে মেয়েদের গৃহস্থালীর কাজ করতে হয়।校对:Soup
9এজন্য মেয়েদের খেলতে অনুপ্রাণিত প্রদানের জন্য তারা একজন নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে।
10পড়াশুনা শুরু করতে কখনও দেরী বলে কথা নেই; ন্যাকড়া ও টুকরো কাপড় কুড়ানো একজন নারী তার ভবিষ্যৎ পরিবর্তন করতে এবং একজন শিক্ষিকা হবার জন্য পড়াশুনা করে সার্টিফিকেট অর্জনের সিদ্ধান্ত নিয়েছে।