# | ben | zhs |
---|
1 | কম্বোডিয়া: যে বিজ্ঞাপন দৃষ্টি আকর্ষন করেছে | 柬埔寨:广告引人注目 |
2 | কম্বোডিয়ার একটি দৈনিকে সম্প্রতি প্রকাশিত একটি পাঠকদের প্রতিক্রিয়ার চিঠিতে, চাক সোপঈপ (২৩), টেলিভিশনে প্রচারিত একটি বাণিজ্যিক বিজ্ঞাপন নিয়ে মতামত দিয়েছেন। | 柬埔寨报纸近期一封读者投书中,23岁的Chak Sopeap对一段商业电视广告不满,认为会影响国家文化。 |
3 | তিনি বিশ্বাস করেন এটি জাতীয় সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলবে । | Sopheap赞扬政府改善媒体权与言论自由,但希望文化部与信息部能注意,事先审查将播出的所有商业电视广告。 |
4 | সোপঈপ সংবাদপত্রের অধিকার এবং স্বাধীনতার উন্নতি করার জন্য সরকারের প্রশংসা করেন, তবে টেলিভিশন বিজ্ঞাপনগুলো প্রচারিত হবার আগে সংস্কৃতি মন্ত্রণালয় তথা তথ্য মন্ত্রনালয়ের সেগুলো পর্যবেক্ষণ করা উচিত বলে তিনি মনে করেন। | 这不是这位人权份子首度投书媒体,不过自从她于去年开始写博客之后,所有寄至英文报纸《柬埔寨日报》的投书(包括有关赤棉审判的文章),都能在她的博客上找到。 |
5 | এটা প্রথমবারের মতো নয় যে অপ-এড এর মাধ্যমে এক তরুণী মানবাধিকার কর্মী তার মতামত প্রকাশ করল। | 在这部广告片之中,数名性感柬埔寨女子身着吸引人的服饰,拥抱铃木Viva2009型机车。 |
6 | কিন্তু গতবছর পর্যন্ত যখন তিনি কম্বোডিয়ার ব্লগার সমাজে যোগ দিয়েছিলেন তার সকল চিঠি কম্বোডিয়র ইংরেজী দৈনিক কম্বোডিয়ায় (খেমার রুজের মামলার শুনানী বিষয়ক) প্রকাশিত হয়েছে এবং তার ব্যাক্তিগত ওয়েবলগেও এই লেখাগুলো আছে । | |
7 | এই বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যায় যে বেশ কয়েকজন কম্বোডিয়ান যৌন আবেদনময় নারী আকর্ষণীয় পোষাকে সুজুকি ভিভা ২০০৯ মটরবাইক আলিঙ্গন করে আছে। আমি খেয়াল করেছি সম্প্রতি প্রচারিত সুজুকি ভিভা ২০০৯ বিজ্ঞাপনটি আপত্তিকর। | 我注意到铃木Viva2009型机车最近广告有问题,广告重点似乎是性感女子,而非机车本身,不仅会影响柬埔寨文化,也贬低女性。 |
8 | এই বিজ্ঞাপনের লক্ষ্য মটরবাইকের চেয়ে যৌন আবেদনময়ী মেয়েটিকে দেখানো। | 德国人Thomas Wanhoff对Sopheap看法的反应是: |
9 | বিজ্ঞাপনটির বিষয়বস্তু সংগতিপূর্ণ নয়, এবং এটি নারীকে অবমূল্যায়ণ করছে ফলে খামার সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলবে। এটি মানূষের জন্যে অপমানজনক কি না এ বিষয়ে একজন জার্মান থমাস ভানহফ, সোপঈপ এর মতামতের উপর মন্তব্য করেন: | 若柬埔寨希望加入全球市场,就得接受广告营销的基本原则:性就是卖点,除此之外,柬埔寨流行文化就像泰国的翻版,真的文化在哪里? |
10 | যদি কম্বোডিয়া বিশ্ববাজারের অংশ হতে চায়, তবে বিজ্ঞাপনের এই পুরান নিয়মটি গ্রহণ করতে হবে, যৌনতা বিক্রি। শুধু তাই নয় কম্বোডিয়ার পপ সংস্কৃতি পুরোটাই থাইল্যাণ্ডের নকল। | 各位看看这些女孩的服装多么特别,为什么有这么多KTV、赌场与酒吧? |
11 | কোথায় তবে আসল সংস্কৃতি কোনটি? | 实情与你的描述大不相同。 |
12 | লক্ষ্য করুন কিভাবে মেয়েরা পোষাক পড়ছে, কেন অনেক কারাওকে বার, ক্যাসিনো, নৈশ পানশালা এমন নাম দিচ্ছে? | 柬埔寨相关讨论区也出现类似争论,一位美国长期居民写电子邮件表示: |
13 | আপনি যা বলছেন তা থেকে বাস্তবতা অনেক দূরে। এই বি্তর্কিত বিষয়টি কম্বোডিয়ার সংশ্লিষ্ট বিভাগেও আলোচিত হয়েছে এবং দীর্ঘদিন আমেরিকায় বসবাসরত একজন ইমেইল এ বলেছেন, | 我建议各位去看看这则广告,无论是好坏画面,至少能支持你的论点(不知道YouTube网站上有没有?),另外,哪个电视台播出这则广告? |
14 | আমি আপনাকে বলব যে আপনি এই আক্রমণাত্মক বিজ্ঞাপনটির একটি ছবি দেখুন, এটা বিজ্ঞাপনটি খারাপ অংশ থেকে বা ভালো অংশ যেখান থেকেই হতে পারে কিন্তু ঐটুকুই আপনার যুক্তিকে জোড়ালো করার জন্যে যথেষ্ট (এটাকি ইউটিউব এ আছে?)। | |
15 | এবং এটা কোন চ্যানেলে প্রচারিত হচ্ছে? এটি আশ্চর্যজনক নয় যে কম্বোডিয়া অনেক গুলো আইন এবং নিষেধাজ্ঞা তৈরি করেছে সামাজিক মূল্যবোধের ও নীতিবোধের উন্নয়ন ঘটাতে। | 柬埔寨至少已实施多项规定和禁令,希望改善社会秩序与道德观,今年稍早,第一夫人便要求禁播名为「我要你心头一块肉」的歌曲。 |
16 | এই বছরের শুরু দিকে দেশের ফার্স্টলেডী “তোমার হৃদয়ের টুকরো চাই” শিরোনামের গানটি টেলিভিশন চ্যানেল গুলোতে আর সম্প্রচার না করার জন্য অনুরোধ করেন । | |
17 | ২০০৬ সালে সেল ফোন ব্যবহারকারীদের মধ্যে পর্ণোগ্রাফি ব্যবহার বেড়ে যেত পারে এই আশংকায় কম্বোডিয়া সরকার সেদেশের তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা প্রদানকারী কোম্পানীগুলোর ডিজিটাল ভিডিও আদান প্রদানের ফিচারটি ব্লক করে দেয় । | |
18 | এক বছর পরে, জাতীয় নির্বাচন কমিশনের অনুরোধে ২০০৭ এর আঞ্চলিক নির্বাচনের ছুটির সময় এসএমএস এর সুবিধা বন্ধ করে দেয়া হয় রাজনৈতিক অস্থিরতা এড়াতে। | |
19 | “ডিটেল আর স্কেচি” কম্বোডিয়ার সবকিছু নিয়ে একটি ব্লগ, এই সংবাদের প্রতিক্রিয়া হিসেবে বলে: | 2006年因害怕色情在手机用户间传播,柬埔寨禁止3G互联网服务部分传送数字录像的功能。 |
20 | নতুনদের জন্য, সাধারণ মোবাইল টেলিফোনে খেমার অক্ষরের ব্যবহার বাস্তব অর্থেই শোনা যায় না। কিন্তু সত্যিকার অর্থে সেটি কোন যুক্তি নয়। | 一年后,依据全国选举委员会的要求,2007年地方选举其中一个周末期间,禁止发送手机简信,以避免造成政治动荡,讨论柬埔寨大小事件的博客「Details and Sketchy」对这则新闻做出回应: |
21 | মূল বিষয়টি হচ্ছে কম্বোডিয়ার জনসংখ্যার একটি বৃহৎ অংশই অশিক্ষিত এবং দরিদ্র । তাই দেখা যায় নিষেধাজ্ঞা সাধারণত যারা রেজিষ্টার্ড ভোটার, কিংবা যাদের টেলিফোন আছে কিংবা যারা ইংরেজি পড়তে পারে তারা জেনেছে। | 一般电话里根本没有高棉语字型,这还不是重点,绝大多数柬埔寨民众都是文盲又贫穷,因此这项禁令所及,只有拥有手机与懂英文的选民,这个族群很小,不到全国人口的1%,但这些人正是会投票支持在野党政治人物Sam Rainsy的选民,不过这项禁令依然意义不大。 |
22 | সে খুবই ছোট অংশ। তার সংখ্যা মোট জনসংখ্যার এক শতাংশ। | 校对:scchiang |
23 | যাই হোক এই রকম লোকজনই স্যাম রাইনসিকে ভোট দিবে। | |
24 | যদিও মনে হয় না এই প্রচেষ্টা কোন কাজ লাগবে। | |