# | ben | zhs |
---|
1 | আর্মেনিয়া: সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসে নতুন আর পুরোনো ঐতিহ্যের মিলন | 亚美尼亚:融合新旧传统的情人节 |
2 | ৩০১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত আর্মেনিয়ার সব থেকে দীর্ঘ সময় ধরে টিকে থাকা প্রতিষ্ঠান এপোস্টোলিক চার্চকে বিশ্বে সব থেকে পুরোনো জাতীয় খ্রীষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান মানা হয়। | 建于公元301年,亚美尼亚存活最久的机构--使徒教会,被认为是世界上最古老的基督教修道教会。 但是,一千七百多年后的今天,这个国家仍然存在着异教的传统,即使已经并入基督教节日中。 |
3 | প্রায় ১৭০০ বছর পরেও বিভিন্ন পাগান ঐতিহ্য দেশে বেঁচে আছে যদিও খ্রিষ্টীয় ক্যালেন্ডারের মধ্যে এখন এটা ঢুকে গেছে। | 当世界上大多数人庆祝情人节的同时,亚美尼亚人也庆祝这样的传统节日--圣烛节(Trndez)。 |
4 | যখন বেশীরভাগ বিশ্ব সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস পালন করেছে, আর্মেনিয়ানরা একই ধাঁচের আর একটি ঐতিহ্য পালন করেছে যার নাম ট্রান্ডেজ। | 除了向游客介绍二月份也庆祝另一个节日外,特使旅馆的博客提供圣烛节的背景资料,以及刊登客人和工作人员如何庆祝这个节日的一些照片。 |
5 | ফেব্রুয়ারিতে আর একটি ছুটি উদযাপনের সাথে পর্যটকদের পরিচিত করার সাথে সাথে দ্যা এনভয় হোস্টেল ব্লগ ট্রান্ডেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আর কিছু ছবি দিয়েছে কিভাবে তারা দিবসটি মেহমান আর কর্মী মিলে পালন করেছে: | Trndez (圣烛节)是另一个流行的亚美尼亚节日,可以追溯到前基督教时期,与火/太阳崇拜有关,象征春季来临与生育能力。[ |
6 | ট্রান্ডেজ (ক্যান্ডেলমাস) আর একটা জনপ্রিয় আর্মেনীয় ছুটি যা খ্রীষ্টপূর্ব সময় থেকে প্রচলিত। | …]参加节日的主要是新婚夫妻及情 侣,他们跳过火堆,据信这可以驱邪纳吉。 |
7 | এটাকে সম্পৃক্ত করা হয়েছিল আগুন/সূর্য পূজার সাথে আর তাই এটি বসন্ত আর উর্বরতার সাথে আসে। | 接着他们围着火堆唱传统歌曲和跳舞。 |
8 | এই অনুষ্ঠানে মূলত নতুন বিবাহিত যুগল আর ভালোবাসে এমন যুগল অংশগ্রহণ করে যারা বনফায়ারের (খোলা আগুণের) উপর দিয়ে লাফ দেয়। | 人们用神圣的火点燃蜡烛,带到自己的地方,维持烛火不断燃烧直到下一个圣烛 节。 |
9 | বিশ্বাস করা হয় যে এতে শয়তান দূর হয়ে মানুষের ঘরে আনন্দ আসবে। | Ezhenka [俄语]刊登圣烛节的照片,说她「今天出席了吸引人且著名的亚美尼亚节日圣烛节」,看见每个人或夫妻情侣围着或跳越火堆。 |
10 | অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গান আর নাচ হয় আগুনের চারপাশে। | 不管是不是基督徒,Haykuhi[亚美尼亚语] 提供读者关于这个节日的现代演绎。 |
11 | মানুষ আশীর্বাদ করা আগুন থেকে মোমবাতি জ্বালিয়ে পরবর্তী ট্রান্ডেজ এর ছুটি পর্যন্ত ওটা জ্বালিয়ে রাখে। | 「Tearnendarach的意思是『来到上帝面前』。 |
12 | এঝেঙ্কা ট্রান্ডেজ এর আগুনের একটা ছবি দিয়েছেন এটা বলে (রাশিয়ান ভাষায়) যে ‘আজকের মধুর আর গুরুত্বপূর্ণ আর্মেনীয় ছুটি ট্রান্ডেজ এ আমি উপস্থিত ছিলাম', যেখানে ব্যক্তি বা যুগল আগুনের চারপাশে ঘোরে বা তার ভিতর দিয়ে লাফ দেয়। | 也称为「Terndez、Trndez、Trntes,表示不同类型的『上帝与你同在』。」 |
13 | খ্রীষ্টান বা না এই বিতর্কের উর্ধ্বে হায়কুহি তার পাঠকদের এই ছুটির বর্তমান ব্যখ্যা প্রদান করেছেন। | 亚美尼亚教会在2月14日庆祝圣烛节,在耶稣诞生日1月6日的四十天之后[亚美尼亚的传统]。 |
14 | আর্মেনিয়ার চার্চ তিয়ারনেন্দারাখ ১৪ই ফেব্রুয়ারি উদযাপন করে, জানুয়ারি ৬ [আর্মেনিয় ঐতিহ্যে] খ্রীষ্টের জন্মের ৪০ দিন পর। | 亚美尼亚教会从很早开始就已正式庆祝圣烛节。 |
15 | তিয়ারনেন্দারাখ অনেক আগে থেকে আরমেনিয় চার্চ অফিসিয়ালী পালন করে। | 一首献给圣烛节的赞美诗…[撰写于5世纪] 莫夫西斯‧霍列纳的记载即是证明。( |
16 | এটা একটা হাইম যা তিয়ারনেন্দারাখএর জন্য উৎসর্গকৃত তাতে স্বীকার করা আছে [৫ম শতাব্দীতে লেখা] ঐতিহাসিক মোভসেস খোরেনাতসি (চোরেন এর মুসা)। | 译注:「莫夫西斯‧霍列纳」又译为「柯伦的摩西」,是著名的亚美尼亚古代史学家,著有《亚美尼亚史》一书。) |
17 | আরমেনিয়া. রু এই ঐতিহ্যের একটা ব্যাখ্যা পোস্ট করেছেন: | Armenia.ru[俄语]描述圣烛节的传统。 |
18 | ট্রান্ডেজ (তিয়ারনেন্দারাখ এর মানে ‘ইশ্বরের সাথে সাক্ষাত' [এটা খ্রীষ্ট ধারা]) পাগান আর্মেনিয়ায় খ্রীষ্ট পূর্ব কালে ছিল। | 圣烛节(Trndez) (Tearnendarach意为「与上帝见面」[在基督形式中])存在于基督教前信仰异教的亚美尼亚。 |
19 | সেই সময়ে আর্মেনিয়রা আগুনের উপাসনা করতো … ছুটির উদ্দেশ্য ছিল সূর্যের শক্তিকে বাড়ানো, আগুনের সাহায্যে ঠান্ডাকে প্রভাবিত করা। | 当时的亚美尼亚人崇拜火…这个节日意味着,加强太阳的热度,在火的帮助下抵挡寒冷。 |
20 | এরই মধ্যে, সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস আর্মেনিয়াতে অলক্ষ্যে চলে যায়নি কারন আনজিপড: গে আর্মেনিয়া জানিয়েছেন যে একটা নতুন ঐতিহ্যকে পরিচিত করা হয়েছে। | 同时,情人节在亚美尼亚并没有被忽视,根据Unzipped: Gay Armenia博客报导说,一种新的传统也被引入。 |
21 | ভ্যালেন্টাইন দিবস পালনের জন্য, ব্রাবিওন ফ্লোরা সার্ভিস ইয়েরিভানের একটা কল্পনাতীত জনসংযোগ কাজ চালু করেছে। | 为了庆祝情人节, Brabion Flora Service(译注:亚美尼亚的一家国际花卉公司)在埃里温发起了一项前所未有的公关活动。 |
22 | তারা ঘোষণা করেছিল যে যে সকল পুরুষ তাদের ফ্লোরা স্যালুনে স্থানীয় সময় বিকাল ২টায় সাঁতারের পোশাক বা অর্ন্তবাস পরে আসবে তারা সকলে একটা করে বিনামূল্যে ফুলের তোড়া পাবে। | 他们宣布,凡是在当地时间下午两点穿着泳装或内衣出现在店里 的男子,将会得到免费的花束。 |
23 | আয়োজকরা ভেবেছিল ২/১ জন আসবে, কিন্তু ১০ জনের মতো সেখানে উপস্থিত ছিল। | 筹划者预计会有一或两个男子出现,但是最后有10个左右。[ …] |
24 | ট্রান্ডেজ, ওশাগান, আরাগাতসোন অঞ্চল, আর্মেনিয়া প্রজাতন্ত্র ছবিগুলোর স্বত্ব অনিক ক্রিকোরিয়ান/ওয়ানওয়ার্ল্ড মালটিমিডিয়া ১৯৯৯, ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সের আওতায় প্রকাশিত। | Trndez , Oshagan , Aragatsotn地区,亚美尼亚共和国© Onnik Krikorian /寰宇多媒体1999年,根据创用CC 校对:Soup |