# | ben | zhs |
---|
1 | পাপুয়া নিউ গিনি: উরসুলা রাকোভা জলবায়ু উদ্বাস্তু পুন:স্থাপন প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন | |
2 | “এক সময়ে আমাদের এই দ্বীপ গ্রীষ্মমন্ডলীয় স্বর্গ ছিল। | 巴布亚纽几内亚:气候变迁与撤村行动 |
3 | এখন এটা আর গ্রীষ্মমন্ডলীয় স্বর্গ না।“ | 「好久好久以前,我们的岛屿是座热带天堂,如今天堂已不再。」 |
4 | এই ভাবে উরসুলা রাকোভা তার বাসভূমির অবস্থা বর্ণনা করেছেন নিউ ইয়র্কে সম্প্রতি একটি প্যানেল আলোচনার সময়ে। | |
5 | তিনি বলিষ্ঠভাবে লাগাতার কাজ করে যাচ্ছেন পাপুয়া নিউ গিনির ক্যাটারেট দ্বীপপূন্জের বাসিন্দাদের নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে তাদের পুন:স্থাপনের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে। | |
6 | বিশ্ব উষ্ণায়নের এর ফলে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কারনে এইসব দ্বীপ ক্রমে বন্যা কবলিত হচ্ছে। ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে ২০১৫ সালে এই প্রবাল দ্বীপ সম্পূর্ণ ডুবে যাবে। | Ursula Rakova最近出席美国纽约的气候周论坛时,便如此描述自己的祖国,她不断四处努力,希望提升国际社会意识,争取民众支持帮助巴布亚纽几内亚的Cataret岛居民搬迁,因为气候变迁导致海平面上升,逐渐淹没这座岛屿,据预测,这座群岛将在2015年完全没入海底。 |
7 | সমুদ্রের পানির স্তর বৃদ্ধি দ্বীপের ফসল নষ্ট করেছে আর খাওয়ার পানির উৎস ধ্বংস হয়েছে। | 海平面上升摧毁农田与影响饮用水供应,结果如以下这段联合国大学制作的影片所示,岛上居民饮食逐渐出现问题。 |
8 | এর ফলে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এই ভিডিওতে দেখা যাবে, এই দ্বীপের বাসিন্দারা ক্ষুধার্ত থাকছেন। | |
9 | ডুবে যাওয়া দ্বীপের জন্যে স্থানীয় সমাধান, পাপুয়া নিউ গিনির ক্যাটারেট দ্বীপ সৌজন্যে ভিমিও তে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের চ্যানেল। | |
10 | এর ফলে, এই দ্বীপের বাসিন্দাদের বুগানভহিল দ্বীপের বড় পরিসরে পুন:স্থাপন করতে হবে। এদেরকে বিশ্বের প্রথম পরিবেশ উদ্বাস্তু হিসেবে ধরা হচ্ছে। | 这批居民应是全球第一批气候难民,必须尽快撤至面积较大的Bougainville岛,Ursula Rakova接受岛上长老及其他社区成员委托,负责推动这项复杂任务,她游走全球四处说明,不仅要提高社会意识,更要募款帮助这120户搬迁。 |
11 | তাদের সাহায্য করার এই জটিল কাজ সম্পন্ন করছেন রাকোভা, যাকে এই বিশাল দায়িত্ব দিয়েছেন তার বয়োজ্যেষ্ঠরা আর গোত্রের বাকি সবাই। | |
12 | তিনি বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছেন সচেতনতা সৃষ্টির জন্য, কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভাবে, অর্থ জোগাড় করতে যাতে এই ১২০টা পরিবারকে সহজে পুন:স্থাপন করা যায়। | |
13 | কিছু পরিবারের পুন:স্থাপন এরই মধ্যে হয়েছে, কিন্তু কোন সমস্যা ছাড়া না। | |
14 | সাংবাদিক ড্যান বক্স এই প্রক্রিয়া সম্পর্কে লিখছেন আর রাকোভা আর দ্বীপের অন্যান্য দলে সাথে যোগাযোগ রাখছেন, যারা এই পরিস্থিতির উপরে সর্বশেষ খবর দিচ্ছে। | |
15 | বক্স তার ব্লগ জার্নি টু দ্যা সিংকিং ল্যান্ডস এ লিখেছেন: প্রাথমিক ভাবে স্থানান্তর করা লোকেরা (পাঁচজন পুরুষ, যারা পাঁচটি পরিবারের পিতা) নতুন দ্বীপে সমস্যার মধ্যে পরেছিল যেটা বোঝা যায়। | 部分民众已经离开岛上,但也历经许多困难,记者Dan Box长期记录这个过程,并与Ursula Rakova及其他岛上族群保持联系,他也在Journey to the Sinking Lands博客提供最新进展: |
16 | ছোট দ্বীপ ছেড়ে দিয়ে বড় মূল ভূমিতে বাড়ি তৈরির জন্য প্রথম অভিবাসীর দলের পাঁচজনের মধ্যে থেকে তিনজন দ্বীপে আবার ফিরে এসেছেন। | |
17 | তারা আসলে নতুন জায়গায় বাস করা আর পরিবার থেকে দূরে থাকা কষ্টকর মনে করছিলেন। নতুন তিনজন পুরুষ তাদের বদলে যাওয়ার জন্য বাছাই হয়েছেন আর শীঘ্রই তারা যাত্রা করবেন বলে আশা করা হচ্ছে। | 第一波撤离行动(共五个家庭的五名父亲)遇上可想像的问题,在这五人之中,后来有三人返回岛上,他们显然觉得到新环境生活以及与家人分离太辛苦,另外选的三人将替代他们,应该很快会启程,由原本五人在新家栽种的蔬果已开始收成,让留下的两人可接家人前来同住。 |
18 | প্রথম পাঁচজন যে বাগান শুরু করেছিলেন তাতে এরই মধ্যে সবজি আর ফল ধারণ শুরু করেছে আর এই খাদ্যের সম্ভার বাকি দুইজনের পরিবারকে তাদের সাথে থাকার জন্য আসতে বলতে সহায়তা করেছে। | |
19 | এই ভিডিওতে, রাকোভা ব্যাখ্যা করেছেন কেন এই প্রচারণা দরকার: | Ursula Rakova在这段影片中,说明为何这项行动有其必要: |
20 | আমি আমার গোত্রের পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত ভবিষ্যৎ রেখে যেতে চাই। যেসব মানুষ বিশ্বাস করে না যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাদের জন্য আমি বলতে চাই, আপনার কি হৃদয় আছে বোঝার জন্য যে আপনি রক্ত মাংসের মানুষ? | 我希望确保同族民众后代能有未来,有些人不相信气候变迁正在发生,但我会对他们说,你们只要还有心灵与血肉,就会感受到, 对各位只是选择某种生活方式,但 是我们已受气候变迁与海平面高涨所苦,这是我们的生死抉择,因为我们若不搬迁,就会淹死在海中,我们已逐渐失去家园,我认为各位不需要质疑气候变迁是否存 在,各位应设身处地替我们想想,或许直到来到我们的岛上,我们邀请各位前来岛上目睹实际情况。[ …] |
21 | আপনার জন্য এটা জীবন যাত্রার পছন্দের ব্যাপার। | |
22 | আমাদের জন্য যারা এরই মধ্যে জলবায়ু পরিবর্তন আর সমুদ্রের পানি বাড়ার ফলে ভোগান্তির সম্মুখীন হচ্ছি, এটা জীবন মরনের প্রশ্ন। | |
23 | কারণ আমরা না সরে গেলে, আমরা ডুবে যাব। আর এরই মধ্যে আমরা আমাদের বাস ভূমি হারাচ্ছি। | 若各国未在哥本哈根会议前找到好办法,我族人民就将淹死,包括太平洋群岛及世界多个地区在未来20年会消失,我们都会失去家园,我害怕自己会失去祖先的家园,而气候变迁剥夺我们在祖先家园居住的人权。 |
24 | আমার মনে হয় না এখানে প্রশ্ন করার আছে যে এটা জলবায়ু পরিবর্তন কিনা। আপনাদের আমাদের জায়গায় নিজেদের রেখে ভাবা উচিত, আর হয়তো আমাদের দ্বীপে আসা উচিত। | Ursula Rakova写给Dan Box的电子邮件中表示,撤离所需费用募款情况不如预期,这些经费是为购买土地,让这些家庭能够重建屋舍,故她会继续努力,联合国气候变迁会议于12月7日至18日在丹麦哥本哈根召开时,她也会参加。 |
25 | আমরা আমাদের দ্বীপে এসে নিজের চোখে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। | |
26 | আসন্ন কোপেনহেগেন সম্মিলনে তারা ভালো কোন সমাধানে না পৌঁছুতে পারলে, আমার গোত্রের মানুষেরা ডুবে যাবে। | |
27 | প্যাসিফিক আর অন্যান্য জায়গার দ্বীপগুলো গায়েব হয়ে যাবে আগামী বিশ বছরের মধ্যে। | |
28 | আমরা সবাই আমাদের মাতৃভূমি হারাবো, আর এটা আমার ভয়, যে আমরা আমাদের পিতা-মাতার আদি বাড়ি হারাবো। | |
29 | আর এটা মানবাধিকার লঙ্ঘন, আমাদের আদিম বাড়িতে থাকার অধিকার খর্ব করা। | |
30 | এই পুন:স্থাপন প্রক্রিয়ার জন্য যেমন আশা করা হয়েছিল তেমন অর্থ জোগাড় হচ্ছে না - লিখেছেন রাকোভা বক্সকে লেখা তার এক ইমেইলে। | |
31 | এইসব অর্থ দরকার জমি কিনে বাসিন্দাদের জন্য বাড়ি নির্মাণে। | 缩图来自国际乐施会 |
32 | তিনি তার প্রচারণা চালিয়ে যাবেন যখন ডিসেম্বরের ৭-১৮ তারিখে ডেনমার্কের কোপেনহেগেনে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মিলনে অংশগ্রহণ করবেন। | |
33 | থাম্বনেইল ছবি অক্সফাম ইন্টারন্যাশনাল এর সৌজন্যে | 校对:Soup |