# | ben | zhs |
---|
1 | পোল্যান্ড: অনলাইনের মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই | 波兰:网络抗癌记事 |
2 | লেনকা পাঁচ বছরের এক হাসিখুশি শিশু এবং পাওলা এক ঘর সজ্জাকারী বিভাগের ছাত্রী (ইনটেরিওর ডিজাইনার), যে বিশ বছরে পা দিয়েছে। | |
3 | আপনাদের হয়ত মনে হতে পারে এদের দুজনের মধ্য কোন মিল নেই, কিন্তু বাস্তবে উভয়ের মধ্যে একটি মিল রয়েছে, তা হল উভয়ের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে এবং তারা উভয়ে ক্যান্সারের বিরুদ্ধে কি ভাবে লড়ছে, ব্লগের মাধ্যমে সে কথা জানাচ্ছে। | |
4 | ব্লগস্ফেয়ার বর্তমানে কি ভাবে বিবর্তিত হচ্ছে, ব্লগ তার এক সুন্দর উদাহরণ। তারা প্রমাণ করেছে যে, ব্লগ অনলাইনে কেবল দিনপঞ্জিকা লেখার কোন উপাদান নয়: এটাকে শক্তিশালী সামাজিক প্রচার মাধ্যমের এক যন্ত্র বানানো সম্ভব। | Lenka是个快乐的五岁孩童,Paula是位年纪二十出头的室内设计学生,一般人们并不觉得两人有任何共同点,但她们确有交集,两人都罹患癌症,并在博客里描述抗癌经历。 |
5 | পাওলা তার প্রথম পোস্টে পাওলা সেই মুহূর্তের কথা বর্ণনা করেছেন, যখন তার শরীরে এই প্রাণঘাতী রোগের লক্ষণ দেখা দেয়: | 两者都呈现今日博客圈的变化,证明博客不只是网络日志,也能成为强而有力的社会媒体工具。 |
6 | আমার মনে হল কেউ যেন এক গরম তাওয়া দিয়ে আমার মুখে আঘাত করল। | Paula |
7 | এবং পরে সে লিখেছে যে, কি ভাবে সে উপলব্ধি করল রোগের লক্ষণ ধরা পড়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়: | |
8 | এটা একটা ঝলকানির মত; আশা এবং লড়াই করার ইচ্ছের এক ঝলকানি। | 在早期一篇文章里,Paula形容当她得知罹患这项可能致命的病症时: |
9 | কোন একটি বিষয় আমাকে বিশ্বাস প্রদান করেছে, যে শরীরে কোন অসুখ তৈরি হওয়া সত্বেও আমি লম্বা সময় বেঁচে থাকব এবং সে রোগ যত ভয়ঙ্কর হোক না কেন, আমার শরীর যে কোন রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। | |
10 | পাওলা | 好像有人拿平底锅打在我的脸上。 |
11 | পাওলার শরীরে বাসা বাঁধা রোগটি খুব বিরল ধরনের এক ক্যান্সার এবং শরীরে এক শল্য চিকিৎসার পর তাকে বলা হয়, বর্তমানে বাজারে প্রচলিত এমন কোন ওষুধ নেই যা তার এই রোগের উপশম করতে পারে। | |
12 | “তোমার শরীরে রোগ (টিউমার) ছড়িয়ে পড়ছে এবং আমাদের জানা নেই কি ভাবে তা উপশম করা সম্ভব”। | |
13 | হাত-পা গুটিয়ে নিয়ে পোলান্ডের ডাক্তাররা এই কথাগুলো উচ্চারণ করেছিল। | 她之后明白,诊断结果并不代表结束: |
14 | তবে, সৌভাগ্যক্রমে পাওলার বোন যুক্তরাষ্ট্রের বোস্টনে একটা ক্লিনিক খুঁজে পায়, যা এই ধরনের রোগের ক্ষেত্রে সফলভাবে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম। | |
15 | পাওলা আমেরিকার এই হাসপাতালের সাথে যোগাযোগ করে এবং সাথে সাথে সে সেখান সাক্ষাৎ-এর এক আমন্ত্রণপত্র পায়। সেখানকার ডাক্তাররা পাওলার চিকিৎসা করার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিল। | 就像是颗火花,些微的希望与对抗的意愿,让我相信虽然患病,我仍能长久活下去,无论多么致命,我的身体都能奋斗。 |
16 | কিন্তু এই চিকিৎসার ক্ষেত্রে এর ব্যয়ভার নির্বাহ করা ছিল একটি মাত্র সমস্যা, এটি ছিল ২৫০,০০০ ডলারের এক বিশাল খরচের ধাক্কা। | |
17 | কিন্তু পাওলা হাল ছেড়ে দেয়নি। সে তার ব্লগ-এর মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন জানায়। | Paula |
18 | তার পাঠকদের মহানুভবতাকে ধন্যবাদ এবং অন্য ব্লগাররা পাওলার ওয়েবসাইটের সাথে নিজেদের সাইটকে যুক্ত করে। | |
19 | শীঘ্রই যথেষ্ট টাকা পরিমাণ টাকা সঞ্চিত হয় এবং গত বছরের আগস্ট মাসে পাওলা এক নতুন শল্য চিকিৎসার (অপারেশন) জন্য পাওলা যুক্তরাষ্ট্রে যেতে সক্ষম হয়। এখনো তার শরীরের ফুসফুসে অনেক ঘা (টিউমার) রয়েছে এবং তার আরো চিকিৎসার প্রয়োজন, কিন্তু সে এখনো ইতিবাচক মানসিকতা বজায় রেখেছে এবং আশার দৃষ্টিতে ভবিষ্যৎ-এর দিকে তাকিয়ে রয়েছে। | 她罹患的癌症相当罕见,手术后不久,医疗人员告诉她,一般抗癌药物可能帮不上什么忙,波兰医师无奈表示:「这是恶性肿瘤,我们不知如何治疗」,所幸姐姐找到一家位于美国波士顿的诊所,过去曾有成功治疗相同病症的经验,Paula与诊所联络后,很快获得问诊机会,美国的医师很乐意为她治疗,但费用高达25万美元,Paula并未因此放弃,她运用博客向外界募款,感谢读者及其他博客慷慨协助,很快募集所需款项,让她在去年八月前往美国动手术。 |
20 | নিউজউইক পত্রিকার পোলিশ সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, সে কি এখনো ভীত। | |
21 | তার জবাবে সে বলে: হ্যাঁ আমি এখনো মাঝে মাঝে শঙ্কিত, কিন্তু যখনই আমি ভয় পাই, তখনই আমি ভাবি, যে সময় আমি বোস্টনে এসে হাজির হয়েছিলাম সে সময়কার কথা, সে সময় আমার বন্ধুরা সবাই বিমানবন্দরে এসে হাজির হয়েছিল। | 如今她的肺部仍有好几颗肿瘤,需要更多治疗,不过她仍感乐观,并对未来怀抱希望,接受波兰版《新闻周刊》访问时,记者询问她是否仍感害怕,她回答: |
22 | তারা সবাই আমাকে দেখে আনন্দিত হয়েছিল, লাফ দিচ্ছিল এবং আমার প্রতি হাত নাড়াচ্ছিল। সবকিছু যে ঠিক মত চলছে, এটা ছিল তার লক্ষণ। | 是,但当我觉得恐惧时,我便回想初至波士顿之时,朋友在机场接我,他们都很兴奋地又叫又跳,向我用力挥手,好像告诉我一切都会没事,我当下决定自己会好好活下去。 |
23 | আমি সিন্ধান্ত নিলাম যে আমি বেঁচে থাকব এবং আমি বেঁচে রয়েছি। লেনকা | Lenka |
24 | পাওলা কখনোই হয়তো ব্লগ লিখতে শুরু করত না, যদি না ছোট্ট লেনকা এই কাজটি করত এবং সেই শিশুটির হয়ে তার বাবামা একটি ব্লগ লিখত, যা পাওলাকে ক্যান্সার বিষয়ে লিখতে উৎসাহী করে তোলে। | |
25 | গত বছরের এপ্রিল মাসে লেনকা চতুর্থ জন্মদিনে তার শরীরে লিউকেমিয়া নামক ক্যান্সার ধরা পড়ে। | |
26 | তার মাতাপিতা এনিয়া এবং এন্ডি তখন এক ব্লগ লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের বন্ধু এবং পরিবারের লোকজনকে লেনকার অবস্থা সম্বন্ধে জানতে পারবে। | |
27 | তারা শীঘ্রই আবিষ্কার করল, লেখা, ভেতরের কষ্টকে বের করে দেওয়ার একটি উপায়। | 若当初Lenka的父母没有经营博客,Paula便不会受到激发,也开始建立博客。 |
28 | লেনকার ব্লগের অনেক পাঠক রয়েছে যারা এই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছে, এই ছোট্ট মেয়েটি ও তার বাবামাকে স্বস্তি ও সমর্থন প্রদান করা জন্য: চলুন আমরা আমাদের হাত প্রসারিত করি। | Lenka于去年四月刚满四岁时,发现罹患血癌,双亲因为来不及持续向亲友报告病况,决定架设博客,后来很快发现,写作是种释放压力的管道,这个博客吸引许多读者,人们藉着留言安慰与支持小女孩和父母: |
29 | লেনাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে। সে অবশ্যই সুস্থ হবে!!!! | 让我们继续祈祷,Lenka一定要好起来,一定要! |
30 | এর কোন বিকল্প নেই, এবং তোমরা, তার পিতামাতা, নিজেদেরকে দৃঢ় রাখ। তোমরা একটি অসাধারণ পরিবার!! | 只有这个选项,请你们继续努力,这真是个很棒的家庭! |
31 | আমি আশা করি এই ছোট্ট মেয়েটার জন্য শীঘ্রই সূর্য কিরণ প্রদান করবে এবং তোমাদের জন্য… সবসময় স্মরণ রেখ, আশা রাখতে হবে এবং বিশ্বাস বজায় রাখতে হবে… সে দেখতে একটা ছোট্ট পরীর মত মেয়ে। | |
32 | আমি তার জন্য প্রার্থনা করব, হাত প্রসারিত করব। ব্লগে এ সব মন্তব্য এসেছে, তার পিতামাতা বলছে, এই সব মন্তব্য তাদের সামনে এগিয়ে যেতে এবং লেখার অনুপ্রেরণা জোগাতে থাকবে। | 我希望阳光很快能照耀在各位身上,请记住,要始终保持希望、始终相信,她看起来像小天使,我希望她能恢复健康,我永远会为她祈祷。 |
33 | সম্প্রতি লেনকার অবস্থার সামান্য উন্নতি ঘটে এবং সে সুন্দর আবহাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ তার বাবামা অনেকদিন ধরে প্রতিশ্রুতি দিয়েছে, সুন্দর আবহাওয়ায় তারা তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। | |
34 | লেনকা এবং পাওলার ব্লগ ২০০৯ সালের সেরা ব্লগ (ব্লগ অফ দি ইয়ার) প্রতিযোগিতার জন্য মনোনীত হয় এবং এর জন্য পাঠকদের ভোট প্রদানকে ধন্যবাদ, যাদের কারণে উভয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় পৌঁছেছে। | |
35 | - যদি আপনি পাওলা অথবা লেনকাকে সমর্থন করতে চান, তাহলে তাদের ব্লগে প্রবেশ করুন: ডাব্লিডাব্লিডাব্লিউ. পাওলাপুরুস্কা. | 双亲表示,这些留言是他们继续努力与书写的动力,Lenka的病况最近稍有好转,她现在期待天气变好,让父母带她出门去吃冰淇淋。 |
36 | ব্লগস্পট. | |
37 | কম(www.paulapruska.blogspot.com) ডাব্লিডাব্লিডাব্লি. ডিলালেনকাহ. | Lenka和Paula的博客都入围2009年年度博客大奖,也感谢读者投票支持,让她们双双进入决赛。 |
38 | ব্লগস্পট. | |
39 | কম(www.dlalenki.blogspot.com) | |