# | ben | zhs |
---|
1 | মিশর: চাইনিজ সামগ্রী | 埃及:中国货 |
2 | আপনারা নিশ্চয়ই চায়নার অর্থনীতির কথা জানেন যা পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতি। | |
3 | তাদের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার হচ্ছে অবিশ্বাস্য ১০% এবং এর জন্যেই মিশরের বাজারে চায়নার জিনিষপত্রের ছড়াছড়ি দেখা যায়। | |
4 | যেই বিষয়টি মনে রাখার মতো সেটি হচ্ছে চাইনিজরা দোকান ছাড়াও ব্যাক্তিগতভাবে বিক্রির উপরও নির্ভর করে থাকে। | |
5 | মিশরের অনেক বাড়িতেই চাইনিজ বিক্রেতা আসলে বেশীরভাগই মহিলা বিক্রেতার আগমন লক্ষ্য করা যায় তাদের ভোগ্যপণ্য বিক্রয়ের জন্যে। | |
6 | তায়ারা ওয়ারা একটি পোস্টে লিখেছেন এরকম একজন চাইনিজ মহিলার সাথে তার স্বাক্ষাতের ঘটনাটি: দরজায় কড়া নাড়ার শব্দ হলো। | 各位肯定知道中国经济情况,在全球经济体排名已位居前茅,今日年均GDP成长达10%,中国商品在埃及店铺已随处可见,尤其值得注意的是,中国人常不倚靠商店,自己挨家挨户销售产品,不时家门前就会出现中国商人…当然有男也有女,试图直接将商品卖给住户。 |
7 | সে আমাকে ভাঙ্গা আরবীতে বলল “আপনি চাইনিজ কিছূ কিনবেন কি না?” | Tayara Waraa就写下有次中国女子上门兜售的经验[阿拉伯文]: |
8 | আমি সাধারণত: তাদের না বলে দরজা বন্ধ করে দেই। | 有敲门声传来,门外的她用不甚流利的阿拉伯文说:“想买点中国商品吗?” |
9 | কিন্তু এবার আমার বাড়ী ভর্তি লোক ছিল বলে সাহস করে তাকে ভেতরে আসতে বললাম। | |
10 | সে মেছেতে তার ঝোলা রেখে তার সমস্ত জিনিষ আমাকে দেখাতে থাকলো। ঠেবল ক্লথ, কাপড় এবং কসমেটিক্স। | 通常我会说:“不了,谢谢”就关上门,但因为这次家里都 是客人,所以我请她进门来。 |
11 | আমি তার দিকে তাকিয়ে ছিলাম - আমার মনের ভেতরে অনেক প্রশ্ন। তার জিনিষগুলোর ব্যপারে নয় কারন ওসব আমাদের জানা যেই দিন থেকে ওরা জিনিষের পরিবর্তে নিজেদেরই এদেশে রপ্তানী করে এনেছে । | 她打开身上的包袱,一一向我展示她要贩售的产品,有桌巾、布匹和化妆品等等,看着她,我心中充满着各种疑问,不是因为他们除了 大举出口,也有大批人马直接入侵各国,我想知道究竟是何种力量让她得做这份辛苦工作,让她如骆驼商旅般背着行李远离祖国,我想像她的目标、梦想与王子的短 暂邂逅。 |
12 | কিন্তু কি কারনে সে এই কাজটি করছে? | 她还说到: |
13 | কেন সে এই সুদুরে উটের কুঁজের মত এই ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফেরী করে ফিরছে? | |
14 | আমি তার লক্ষ্য, স্বপ্ন এবং তার ক্ষুদ্রকায় বরের ব্যাপারে কৌতুহলী হলাম। সে তার পরে লিখছে: | 虽然我不认同他们的策略,把品质参差不齐的商品混杂在一起,中国对埃及出口的部分商品品质着实低劣,不过我对这些小贩印象十分深刻,每当我见到那些带着细细双眼的人们,我就彷佛见到一群蚂蚁雄兵,什么目标几乎都能达成。 |
15 | আমি এই লোকেদের (চাইনিজ) ব্যাপারে অভিভুত যদিও তাদের এই বিভিন্ন কোয়ালিটির জিনিষের ব্যাপারটি আমার পছন্দ হয় না.. | |
16 | সত্যিই সবচেয়ে বাজে মানের জিনিষই তারা আমাদের কাছে রপ্তানী করে। | |
17 | এই সব ছোট চোখ যখনই আমি দেখি আমার মনে হয় আমার সামনে পিঁপড়ার একদল সৈন্য যারা যে কোন কিছূই করতে সক্ষম। | |