# | ben | zhs |
---|
1 | কঙ্গো ডে. রিপাবলিক: কিনশাশায় একটা ‘গুমোট’ ক্রিসমাস | 刚果:阴郁圣诞节 |
2 | সেড্রিক কালোন্জি কিনশাশায় তার গুমোট ক্রিসমাসের কথা জানিয়েছেন: প্রথমবারের মতো আমি একটা চুপচাপ ক্রিসমাস কাটিয়েছি কিনশাশায়। | Cedric Kalonji[法文]提及在刚果首都金夏沙(Kinshasa)度过「阴郁」圣诞节: |
3 | রাস্তা কোন মালা দিয়ে সাজানো নেই, কোন ধরনের সাজানোই না, কোন বাজনা না, এক কথায় কিছুই নেই। | |
4 | আমার শহরের বাসিন্দাদের মনে হলো সবাই মিলে বাইরে গিয়ে যিশুর জন্মদিনের বৈভব পালন করতে গিয়ে ক্লান্ত আর কপর্দকহীন। | |
5 | আমার এলাকায়, স্নেল [বিদ্যুত কোম্পানি] এর চমৎকার বুদ্ধি এসেছিল বিদ্যুত সংযোগ কেটে দেয়ার। | |
6 | আমার বাড়িতে সব কিছু সত্ত্বেও আমরা উৎসব করতে সিদ্ধান্ত নেই, আর তাই আমরা রান্না করি পুরোনো উপায়ে, কাঠের আগুন ব্যবহার করে। বাজনার জন্য, আমার পড়শী গাড়ীর রেডিও ব্যবহার করে। | 我第一次在金夏沙度过如此安静的圣诞节,没有花环妆点街道,没有一点装饰,也没有音乐,根本什么都没有,家乡居民似乎很疲倦,放弃全家出门庆祝耶稣诞生的习俗,在我的小区里,电力公司SNEL想到很棒的点子:直接停电,我们家决定无论如何都要庆祝一番,于是遵循古法生柴火煮食,至于音乐,邻居则打开车用收音机来听。 |
7 | আমার মনে আছে আমি যখন বাচ্চা ছিলাম, আমার বাবা মাকে বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনতে হতো আর তাদেরকে ক্রিসমাসের জন্য উপহার দিতে হতো। | |
8 | খাবারের ব্যাপারে, ২৫ এ ডিসেম্বরের রোজকার খাবারের অভ্যাস থেকে বেরিয়ে পরিবারে উন্নত খাবার রান্না করা হতো। | |
9 | আজকে পরিস্থিতি আলাদা। বেশীরভাগ কঙ্গোলীজ পরিবারকে যে দারিদ্রের সম্মুখীন হতে হচ্ছে তা আমাদের জীবনধারণকে পাল্টিয়ে দিয়েছে। | 记得小时候,父母在圣诞节必须买新衣和礼物给孩子,在食物而言,12月25日这天一定要不同于平常,一家人准备特别的一餐,但如今情况不同,贫困影响大多数刚果家庭,不得不改变习惯,我意外的是人们竟然仍不抱怨。 |
10 | আমাকে যা অবাক করে তা হলো যে আমরা কঙ্গোবাসীরা এখনো অভিযোগ করছি না। | 校对:Soup |