Sentence alignment for gv-ben-20100906-12656.xml (html) - gv-zhs-20100831-6032.xml (html)

#benzhs
1তিউনিশিয়া: পরিবর্তন করা ছবি জাতীয় প্রেসের করুণ অবস্থাকে তুলে ধরছে突尼斯:窜改照片与媒体处境
2তিউনিশিয়াতে জাতীয় মিডিয়াকে প্রচারণার হাতিয়ার হিসাবে ব্যবহারের বেশ অনেক নজির আছে এবং তা নথিভুক্ত করা হচ্ছে।
3তথ্যকে বাড়িয়ে বলার অসংখ্য ঘটনা আর সরকারের সমালোচনা করা প্রকাশনা নিষিদ্ধ করার নিদর্শনগুলো অনুসরণ করতে তিউনিশিয়ার নাগরিক মিডিয়া বেশ পটু। গত ২০শে আগস্ট তিউনিশিয়ার ব্লগাররা মিডিয়া হস্তক্ষেপের প্রমান বের করেন লো টেম্পস সংবাদপত্রের আরবি সংস্করণ আসসাবাহর পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য জেইতুনা ফাউন্ডেশনের মানবাধিকার খাদ্য সাহায্য পাঠানোর ব্যাপারে রিপোর্টের মধ্যে।众所周知,突尼斯政府常利用国营媒体做为宣传工具,公民媒体曾多次挖掘政府罗织资讯及审查批判政府刊物的案例,博客于8月20日又发现媒体受到操弄,法 文报纸《Le Temps》及其阿拉伯文版《Assabah》报导,Zeitouna基金会运送粮食援助给巴基斯坦水患灾民,为突显企业家兼总统女婿Sakhr El Matri参与相关工作,《Le Temps》刊登一张照片,记录他在物资运上飞机前检查的情况。
4রিপোর্টকে ব্যাখ্যা করার জন্য আর ব্যবসায়ী আর প্রেসিডেন্টের জামাই শাখর এল মাত্রির এই প্রচেষ্টায় জড়িত থাকার ব্যাপারটি দেখাতে লো টেম্পস প্রকাশ করে এমন একটি ছবি যেখানে শেখর এল মাতরিকে দেখা যাচ্ছে ত্রাণসামগ্রী গুলো প্লেনে তোলার আগে পরীক্ষা করা অবস্থায়:
5কমিউনিটি ব্লগ নাওয়াত এর সৌজন্য লো টেম্পস পত্রিকাতে প্রকাশিত ছবি কমিউনিটি ব্লগ নাওয়াত উপরের ছবির কয়েকটি জিনিষ ব্যাখ্যা করেছেন যেটা ইশারা করছে যে ছবিটি পরে পরিবর্তন করা হয়েছে:Nawaat.org指出,《Le Temps》里的照片经过调整
6কোন বিশেষজ্ঞকে লাগবে না প্রথম দৃষ্টিতে দেখে বলার জন্য যে ছবিটির পরিবর্তন করা হয়েছে আর বোঝা যাচ্ছে কোনভাবে প্রেসিডেন্টের জামাইকে ছবিতে ঢোকানো হয়েছে ফটোশপে একটি খারাপ ধরনের কপি-পেস্ট কাজের মাধ্যমে।
7এই ছাড়া এই বাস্তবতা যে আলোর ব্যাপার আর ছায়ার দিক মিলছে না, একজন আরো দেখতে পারেন যে শাখের এল মাত্রির জামার হাতা নীল শার্ট পরা লোকটার কনুই এর অংশ ঢেকে ফেলেছে যদিও মানুষটি তার সামনে আছে!
8নাওয়াত কিছুটা মজা খুঁজে পাচ্ছেন দেখতে যে অন্তত, সংবাদপত্রের আরবী সংস্করণ ছবিটা ঠিক করতে কিছুটা ভালো কাজ করেছে:社群网站Nawaat指出照片细节,证明已遭窜改:
9আসাব্বাহ, সংবাদপত্রের আরবী সংস্করণে, একই ছবি আর একটু ভালো ফটোশপিং করে ছাপিয়েছে যদিও সেখানে ভালোই বোঝা যাচ্ছে। ছবিটি বড় করে দেখলে দেখা যায় যে ডান হাত নীল শার্ট পরা লোকটার কনুইটি খা যাচ্ছে যেভাবে চোখের দেখার নিয়ম।各位不必是专家,也能一眼看出照片动过手脚,作工并不精细,让总统女婿突然空降在画面里,除了受光与阴影方向不一致,总统女婿的袖子竟盖住前景蓝衣男子的手肘。
10আসসাবাহতে একই ছবি নাওয়াত. অর্গ এর চেয়ে ভিন্নভাবে পরিবর্তন করা।Nawaat也保有一丝幽默,提到至少该报阿拉伯文版的图片窜改手法稍佳:
11পরিবর্তন করা ছবির ব্যাপারটি পরিষ্কার ভাবে সংবাদপত্রের সম্পাদকদের কাছে পৌঁছে যায় মনে হয় কারণ ছবিগুলো দ্রুত প্রতিস্থাপন করা হয় পত্রিকার অনলাইন সংস্করণে।《Assabah》也刊登同张照片,虽然还是看得到修改痕迹,但至少图片编辑能力稍佳,若仔细观察,总统女婿的右手臂已躲到蓝衣男子的手肘后,但光影还是不合理。
12ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও দেখিয়েছিল শাখির এল মাত্রি মানবিক সাহায্য নেয়া একটি প্লেন দেখছেন কিন্তু এটা স্পষ্ট না ভিডিও ছবি প্রকাশের আগে না পরে তোলা হয়েছে।
13আরো বেশী বিস্ময়কর হচ্ছে যে এমন পরিবর্তিত ছবি দুইটা জাতীয় পত্রিকা ব্যবহার করবে এমন খোলাভাবে যদি মনে হয় যে মূল ছবি পাওয়া যেতে পারে ভিডিও ফুটেজ ব্যবহার করে।《Assabah》的同一张照片,修改成果稍有不同,图片来自Nawaat.org
14লক্ষ্য রাখা উচিত যে শাখের এল মাত্রি এই দুটো সংবাদপত্রের পরিচালনার কাজে পুরোপুরি সম্পৃক্ত। তিউনিশিয়ার ব্লগাররা ভাবছেন যে কোন ক্ষমতায় শেখের এল মাত্রি একজন বেসামরিক ব্যক্তি হয়ে, অনুমতি পেলেন যা দেখে মনে হচ্ছে সেনা বিমানবন্দরের রানওয়েতে ঢোকার।该报编辑后来肯定得知,网络上已有人发现窜改照片的事实,所以网站迅速撤换照片,facebook网站出现一段影片, 显示总统女婿确实在检视人道救援货机,但不清楚影片是在照片刊登前或后拍摄,若可从原版影片中截图取用,国内两家报纸却公然选择使用窜改照片的手法,更加 令人震惊,顺带一提,总统女婿即为两报管理高层。
15তিউনিশিয়ার টুইটার ব্যবহারকারী লিলোপাত্রা ভাবছেন কি ধরনের প্লেন জেইতুনা ফাউন্ডেশন ব্যবহার করে পাকিস্তানে মানবিক সাহায্যের খাদ্য নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বলেছেন:突尼斯博客亦质疑,他身为一介平民,为何能获准进入看似军事机场的跑道,突国Twitter用户Lilopatra也怀疑,Zeitouna基金会使用何种飞机载运送往巴基斯的人道物资,她指出:
16উপরের দিকের মানুষের দৃষ্টিকোণ থেকে যদি আমরা সব সময় বিষয় বোঝার চেষ্টা করি, এটা পরিপক্বতার প্রক্রিয়া আর নাগরিকদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অনেকটা ধীর করে দেবে # তিউনিশিয়া।
17দুর্ভাগ্যক্রমে, এইসব পরিবর্তিত ছবি খুবই রক্ষণাত্মক তিউনিশিয়াতে তথ্য বিকৃত করার নিদর্শন মাত্র।我们若总是从高层人士观点思考,就会大幅减缓民间成熟的步骤与决策能力。
18যেমন ২০০৯ সালে, সংবাদ সংস্থা তুনিস আফ্রিক প্রেস (তাপ) রিপোর্ট করেছে যে দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক ১৬৫টি রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশের তালিকায় ৩২ নম্বরে ছিল তিউনিশিয়া।
19সমস্যা হচ্ছে যে এই তালিকা আসলে দেখিয়েছে যে তিউনিশিয়া এর অবস্থান ছিল ১৩৪, যা প্রতিবেদনের প্রথমে দেয়া স্থান থেকে ১০০ স্থান নীচে। সর্বশেষ: একজন পাঠক বলেছেন যে এটা গুরুত্বপূর্ণ যে পরিষ্কার করা যে এই তালিকা সব থেকে অস্থির দেশগুলোর আগে নাম রেখেছে।可惜这种照片在突尼斯资讯流通情况很普遍,例如2009年,Tunis Afrique Press通讯社报导,在《经济学人》信息部的政治稳定指数排名中,突尼斯在165国内排名第32,但实际上,突尼斯的排名却是第134位,比报导所言多了百名。
20তাই এটা বলা ঠিক যে তিউনিশিয়া সব থেকে বেশী রাজনৈতিকভাবে স্থির দেশের মধ্যে ৩২ তম। ইআইইউর দেখানো র‍্যাঙ্কিং এর স্থলে উল্টো র‍্যান্কের ব্যবহারের ব্যাখ্যা নাওয়াত দিয়েছে নিম্নরূপে:资讯更新:一名读者指出,这项排名是将最不稳定的国家列为第一,故就此看来,突尼斯确实在政治稳定度上排名第32位,对于《经济学人》信息部使用这种方式排名,Nawaat说明:
21যদিও তালিকাটি [র‍্যাংকিং] ‘উল্টো', এই ধরনের উপস্থাপনা অবশ্যই ‘পরিষ্কার করার জন্যে নয়' আর এটা সবাই বোঝে। কারন যে দেশে প্রায় কর্তৃপক্ষ বলে থাকে যে তাদের নিরাপত্তা আর স্থায়ীত্ব নিয়ে কথা বলা হয়ত সেই দেশের পাঠকদের ‘নাড়িয়ে' দেবে।排名方式确实是颠倒,该通讯社报导时更换说明方式,也肯定是「为了表达清楚」,毕竟在这个官员口中以「安全与稳定」闻名的国家里,若是谈论「不稳定」,会让读者感到「震惊」。
22ইকনমিক্স ইন্টেলিজেন্ট ইউনিটের রাজনীতিক স্থিরতার তালিকা (নাওয়াতের সৌজন্যে।)Nawaat.org提供的《经济学人》信息部政治稳定指数排名截图
23২০০৭ সালে একই এজেন্সি দোষী ছিল একটি রিপোর্টকে বাড়িয়ে বলার জন্য যেখানে দাবী করা হয়েছিল যে আন্তর্জাতিক হেরাল্ড ট্রিবিউন একটা পুরো পাতা রিপোর্ট লিখেছে তিউনিশিয়ার শিক্ষা ব্যবস্থার উপরে, যার মধ্যে দুটি আর্টিকেল আছে সরকার তার নাগরিকদের সব থেকে ভালো শিক্ষা দেয়ার আর জাতির উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্বের ব্যাপারে যে প্রচেষ্টা নিচ্ছেন তা নিয়ে।
24তারা অবশ্য গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ দিয়েছিলেন, তারা ভুলে গেছেন বলতে যে আইএইচটি এর সংবাদ অংশে কখনো এমন কোন প্রতিবেদন ছিল না বরং এটি টাকা দিয়ে পূর্ণ পাতার একটি বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল। রাজনৈতিক স্থিতিশীলতার তালিকা নিয়ে মূল ট্যাপ এর প্রতিবেদন আর আইএইচটি রিপোর্টটি অনলাইনে জনগণ আর দেখতে পারছেন না।2007年,该通讯社曾报导夸大,指称《国际前锋论坛报》以全版报导突尼斯教育制度,其中包括两篇文章,说明政府力图提供民众最佳教育制度,以及教育对国家发展的重要性,但该通讯社忘了提到,《国际前锋论坛报》上从没有这些报导,只是一整版付费广告内容。
25তিউনিশিয়াকে প্রায় তাদের বাড়তে থাকা মুক্ত রপ্তানী-মুখী অর্থনীতি নিয়ে প্রশংসা করা হয় কিন্তু তার স্বৈরশাসক রাজনৈতিক আচরণের জন্য তিরস্কৃত হয়।通讯社对于政治稳定指数及《国际前锋论坛报》的报导,如今己未出现在网络上。
26ইকোনমিস্টের ২০০৮ সালের গণতন্ত্রের তালিকা তিউনিশিয়াকে স্বৈরশাসক রাষ্ট্র হিসাবে দেখিয়েছে ১৬৭টি দেশের মধ্যে ১৪১ স্থানে।突尼斯常因出口导向的自由经济而备受称赞,但独裁的政治制度却饱受批判,《经济学人》2008年民主指数中,便将突尼斯列为独裁国家,在167国内排名第141位。