# | ben | zhs |
---|
1 | নাইজেরিয়া: ২০১১ সালের নির্বাচনের বিষয়ে নাইজেরিয়ান ব্লগাররা কি বলছে? | 尼日利亚:对今年选举季观感 |
2 | ২০১১ সালের নাইজেরিয়ার আসন্ন নির্বাচন বিষয় নাইজেরিয়ার ব্লগ পরিমণ্ডলে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে। | |
3 | বিষয়টি নিয়ে নাইজেরীয় ব্লগাররা ব্যস্ত। তাঁরা তাঁদের দেশের ভবিষ্যৎ নিয়ে ব্যপক আলোচনা শুরু করেছে। | 尼日利亚2011年大选日近,博客圈里各种意见众多,希望建立有关国家未来的全国对话机会。 |
4 | নেজে সিলভা ইফেদিগবো নতুন বছর শুরু করেন বোমা বিস্ফোরণের মত ঘটনা দিয়ে। এটা দুঃখজনক যে, নাইজেরিয়ার রাজনৈতিক সমীকরণে এ ধরনের সহিংস ঘটনা প্রতিনিয়তই ঘটে: | Nze Sylva Ifedigbo在今年初曾发表一篇文章,抨击造成民众魂断西天的爆炸案,暴力事件屡屡在尼日利亚政坛发生,实在可悲: |
5 | বছরের প্রথম দিন খুব উত্তেজনাপূর্ণ যাবে বলে ধারণা করা হয়। সন্দেহাতীতভাবে শীর্ষ তালিকার প্রথম দিকে স্থান পাবে এপ্রিলের নির্বাচন। | 这是理应令人兴奋的新年第一天,许多民众肯定心系预定在四月举行的大选,本月分将从选民登记开始,我们是否准备好善用这次机会? |
6 | এ মাসে ভোটার নিবন্ধীকরণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। এ সুযোগ গ্রহণ করার জন্য আমরা কি প্রস্তুত? | 很遗憾,庆祝心情再度受到影响,一群不敢露面的懦夫在首都时常熙来攘往的Abuja市场里,于跨年夜设置炸弹引爆。 |
7 | দুঃখজনকভাবে যদিও মোগাদিসু সেনানিবাসের(সানি আবাচা ব্যারাক) আবুজায় বর্ষ বরণের প্রাক্কালে বোমা বিস্ফোরণের ঘটনায় আমাদের বর্ষ উদযাপন ছিনতাই হয়ে গেছে। | |
8 | ফেলিক্স ওকোলি: স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) এ বিশেষত: এর প্রধান আত্তাহিরু জেগার টেবিলে অনেক কাজ জমে আছে: | Felix Okoli则针对全国独立选举委员会(INEC)及主委杰加(Attahiru Jega): |
9 | ২০১১ সালের রাষ্ট্রপতি নির্বাচন এবং সাধারণ নির্বাচন সুন্দরভাবে সম্পাদন ও নাইজেরিয়ার জনগণের আকাঙ্খার প্রকৃত প্রতিফলন ঘটানোর মূল কাজটি জেগাকে করতে হবে। | |
10 | গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি হীন আইএনইসি-এর জন্য ভোটারদের নিবন্ধকরণের কাজটি একটি লিটমাস পরীক্ষা। | 责任落在杰加身上,他要确保2011年总统及国会大选顺利举行,也要确保结果能如实反映尼日利亚伟大民众的意志。 |
11 | নাইজেরিয়ান কিউরিওসিটি নিশ্চিত করেছে যে: | 然而选民登记程序却显现选委会办理选举的能力令人质疑,Nigerian Curiosity指称: |
12 | নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার নিবন্ধীকরণের সক্ষমতা এবং এপ্রিলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষমতার বিষয়ে প্রথম দিন থেকেই স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি)-এর প্রস্তুতি প্রশ্নের সম্মুখীন হয়েছে। | |
13 | নির্বাচনগুলো সংখ্যা বিষয়ক। সামাজিক প্রচার মাধ্যম সমর্থিত উত্তর আফ্রিকার গণজাগরণ অনেককেই সচেতন করে তুলেছে। | 头几天让人怀疑选委会准备不足,无法在预定时间内完成选民登记,甚至无法在四月举办公平公正的选举。 |
14 | তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, জনগণ রাজনৈতিক দলগুলো প্রাইমারিকে বিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরো ভালভাবে অনুসরণ করছে। নেনা লিখেন: | 选举与数字相关,许多人也注意到社会媒体在北非掀起的革命潮,不少民众也因此很关心政党初选情况,Nnenna指出: |
15 | নাইজেরিয়াতে সারা বিশ্বের হাজার হাজার নাইজেরিয়ানের মত আমি #পিডিপি প্রাইমারীগুলোর দিকে… সবসময় দৃষ্টি রাখছি, আমি অপেক্ষা করেছি… টাইপ করেছি, টুইট করেছি…? | |
16 | কেন? কারন যারা #পিডিপি প্রাইমারীগুলোতে জয়লাভ করবে তাঁরা প্রেসিডেন্সিতে নিশ্চিতভাবেই জয়লাভ করবে। | 我很在意尼日利亚政党PDP的初选…我和全球无数民众一起等待与散发讯息,因为无论是谁赢得该党初选,几乎便笃定当选总统,整场活动历时15个钟头,最后结果于隔天早上七点左右公布,我们一直没睡! |
17 | #পিডিপি প্রাইমারীগুলো ১৫ ঘন্টা টিকে ছিল। সকাল ৭টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। | 網絡电台、Twitter、Facebook记录所有过程。 |
18 | আমরা সজাগ ছিলাম! প্রত্যেকটি গণনাই ওয়েব রেডিও, টুইটার ও ফেসবুকে প্রচারিত হয়। | Feathers Project认为因为众多独立选举观察员,今年选举将会不同: |
19 | ফেদার প্রজেক্ট মনে করে ২০১১ এর নির্বাচন ব্যতিক্রমধর্মী হবে কারন দেশে বহুসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আছে। … রাজনীতিবিদদের জন্য ২০১১ এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। | …2011年选举似乎至关重要,不能只让政治人物决定一切,包括Vote or Quench、RSVP、If Naija Votes等组织都动了起来。 |
20 | পরিচিত নাম যেমন ভোট অথবা অবদমিত হওয়া, আর এস ভি পি (রেজিস্টার, সিলেক্ট, ভোট এবং প্রটেক্ট), যদি নাজিয়া ভোট দেয়, ইত্যাদির স্ট্যাটাসে এ ধরণের মন্তব্য পাওয়া যায়। | |
21 | রিভোডা, একটি মুঠোফোন এপ্লিকেশন- অপ্রশিক্ষিত নাগরিকদের নির্বাচন অভিজ্ঞতা শেয়ারের হাতিয়ার। সূত্র: ‘জেবেনগা সিসান ব্লগ | ReVoDa为一行动应用程式,让未经训练的民众也能分享自身选举经验,图片来自:Gbenga Sesan博客 |
22 | রিভোডা নামক নতুন অ্যাপ্লিকেশনের উন্নয়ন এ নির্বাচনে সামাজিক প্রচার মাধ্যমের শক্তি বৃদ্ধি পাবে বলে জেবেনগা সিসান নিশ্চিত করেন। রিভোডা: | Gbenga Sesan认为在ReVoDa这项新应用程式协助之下,社会媒体在今年选举会更有力量: |
23 | … ৮৭,২৯৭,৭৮৯ জন নাইজেরিয়ানকে মুঠোফোন, ৪৩,৯৮২,২০০ জনকে ইন্টারনেট সুবিধা এবং ২,৯৮৫,৬৮০ জনকে ফেসবুকের মাধ্যমে অনানুষ্ঠানিক নির্বাচন পর্যবেক্ষক এ পরিণত করেছে। ফার্স্টলেডির বিস্ময়কর ভুল ইংরেজি উচ্চারণ জাতীয় আকর্ষণে পরিনত হয়েছে। | 国内有87,297,789名手机用户、43,982,200人能使用網絡、2,985,680人在Facebook有帐号,这项程式让他们都成为非正式选举观察员。 |
24 | তাঁর জন্য উরুকানাইজার উপদেশ: | Eurukanaija对第一夫人有些建议,她的生硬英语反倒风靡全国: |
25 | আমাদের রাষ্ট্রপতিকে আপনার নির্বাচনী প্রচরণায় সহায়তার বিষয়টি উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে। | |
26 | জো চাচা [শুভ কামনা জো] এবং তাঁর ছত্রধর বন্ধুরাই যথেষ্ট। আপনি চেষ্টা করেছেন। | 您不断协助总统竞选,非常努力,虽然您的英语不甚流利,但仍相当努力… |
27 | যদিও ইংরেজি না জানা সত্বেও আপনি চেষ্টা করেছেন… কেবল ব্লগাররাই নয় সঙ্গীতজ্ঞরাও গান গাইছেন। | 除了博客发言,音乐家也开口,今年选举的“公民意识”活动也在網絡上如火如荼展开,Trading Places提到: |
28 | নির্বাচনের জন্য নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযান ইতোমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ট্রেডিং প্লেসেস বলেন: | 音乐家Eldeethedon透过Twitter呼吁人民“参与改变”,并加入选举监督计划RSVP。 |
29 | কয়েকজন সঙ্গীত শিল্পীর মধ্যে এলডিথেডন টুইটারের মাধ্যমে জনগণকে আর্জি জানান “পরিবর্তন করুন” এবং রেজিস্টার সিলেক্ট ভোট প্রটেক্ট করুন। | |