Sentence alignment for gv-ben-20090107-1539.xml (html) - gv-zhs-20090118-1685.xml (html)

#benzhs
1মালায়েশিয়া: মুখোশধারী রহস্যময় লোকের জন্য প্রশংসা马来西亚:怀念神秘蒙面人
2সাংবাদিক আর বিপ্লবী কর্মী মুহাম্মাদ শুক্রি হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে গত মাসে মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর।马来西亚记者兼社运份子苏克里(Muhamed Syukree Hussain)上个月因心脏病发过世,得年28岁,每周马来西亚举行烛光守夜抗争行动,他都会到场,因为他总是戴着面具出现,故所有人都认得他,暴毙消息令许多博客与社运人士震惊。
3মালয়েশিয়ার সাপ্তাহিক আলোক মিছিল প্রতিবাদে তিনি সব সময়ে উপস্থিত থাকতেন।
4তাকে সবাই চিনত কারন তিনি একটি মুখোশ পরতেন।Anilnetto在每周抗议马来西亚国内安全法的活动中结识苏克里:
5তার হঠাৎ মৃত্যু তার সহকর্মী আর ব্লগারদেরকে বিষ্মিত করেছে। আনিলনেট্টো বলছেন যে মালায়শিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভের সময়ে শুক্রির সাথে তার দেখা হয়েছিল:虽然我对他本人所知不多,苏克里总是戴着面具,没错,就是个像万圣节会戴的面具,奇怪的是上周日人们焦点都放在他身上,他过去习惯绕来绕去,与群众谈天,我们也习惯他轻松有趣的模样,恰好Zorro上周讲话时,苏克里坐在他正前方,Zorro第一次(可惜也是最后一次)向群众介绍苏克里。
6“যদিও ব্যক্তিগতভাবে তার সম্পর্কে আমি বেশী কিছু জানি না, শুক্রি সব সময়ে তার মুখে একটা মুখোশ পরে আসতেন।
7হ্যা, হ্যালোউইনের মতো সত্যিকারের মুখোশ।Estrelita向苏克里致敬:
8অদ্ভুত কিন্তু গত রবিবারে সবাই তাকে কোন কারনে লক্ষ্য করেছে।
9তিনি হেঁটে বেড়াতেন আর লোকের সাথে মিশতেন।
10আমরা তার হাল্কা মেজাজের, মজায় ভরা আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। দৈবাচিৎভাবে যখন জোররো লোকের সাথে কথা বলছিল তখন তিনি সেখানে খাঁড়া হয়ে বসে গিয়েছিলেন।今晚的守夜活动献给苏克里,有些人藉此机会说些关于他的事,这种好像失去一位朋友的感觉有些奇怪,我不认识他,我也不是非认识他不可,但听着别人述说有关他的事,让我觉得他很特别,他坚守自己深信的立场,也依照自己的方式过生活,多数人无法像他那么做,至少无法像苏克里这样!
11জোররো, প্রথম এবং দু:খজনকভাবে শেষ বারের মতো সবার সাথে শুক্রিকে পরিচিত করে দেয়।” এস্ত্রেলিতা শুক্রিকে শ্রদ্ধা জানান:某些程度而言,苏克里对自己很坦诚,对于他英年早逝,我却不是很难过,过去28年里的每一秒,他都过得很充实!
12“আজকের আলোকমিছিল শুক্রি হোসেনকে উৎসর্গ করা হয়।人们会记得他,他已在这世上留下记录。
13কেউ কেউ এই সুযোগে তার সম্পর্কে দুই এক কথা বলেন। এটা অদ্ভুত একটা অনুভুতি ছিল যেন একজন বন্ধু হারানোর সাক্ষী হয়েছিলাম আমরা।苏克里在马来西亚发起「袒露上身,拒绝炸弹」运动,他还拥有Seruan Keadilanon与Kuala Terengganu Untuk Pakatan Rakyat两个博客,以及Flickr及Facebook账号。
14আমি তাকে চিনতাম না, চিনতে হয়নি।照片来自zorro-unmasked博客
15শুধুমাত্র তার সম্পর্কে বলা কথা শুনেই বোঝা যেত যে তিনি ‘বিশেষ'।Malay Mail赞扬苏克里有勇气:
16তিনি যা বিশ্বাস করে তার জন্য দাঁড়িয়েছিলেন আর তার জীবন তার ইচ্ছা মতো পরিচালনা করেছেন।
17আমাদের মধ্য থেকে বেশী কেউ এটা করতে পারি না- ১০০% অন্তত না- অন্তত যে ভাবে শুক্রি করেছে সেই ভাবে!
18সেই অর্থে, শুক্রি নিজের কাছে সৎ ছিলেন আর আমি খুব দু:খ বোধ করছি না যে সে এতো অল্প বয়সে মারা গেল।
19সে সম্পূর্ণ জীবন বেঁচেছে আর তার ২৮ বছরের জীবনের প্রতি সেকেন্ডের মূল্য আছে!有趣的是无论如何,他都生活自己相信的真实之中,许多人宣称和他信念相同,但唯有苏克里有勇气以不同于一般的方式传达出来。
20তাকে লোকে মনে রাখবে।Ricecooker怀念苏克里:
21সে পৃথিবীতে তার চিহ্ন রেখেছে।” শুক্রি কুয়ালালামপুরে “বুকে কোন বোমা না” প্রচারণার আযোজন করেছিলেন।我们都知道苏克里时时随身携带计算机,有任何机会就立刻上网,做各种他想做的事,包括在他人网页上留下奇怪字句,一切都是为了激怒与惹恼他人。
22তার অন্যান্য ব্লগ হল: সেরুয়ান কাইদিলায়োন আর কুয়ালা তেরেংগানু উন্তাক পাকাতান রাক্যাত।
23তার ফ্লিকারের পাতা আর ফেসবুকের প্রোফাইলও দেখতে পারেন। ছবি: জিরো মাস্কড ব্লগের সৌজন্যে他也曾数度遭到殴打,我们都记得几年前的Teratak Dangdut事件,他激怒了一群孩子,却还出席他们的聚会!
24মালয় মেল শুক্রিকে একজন সাহসী ব্যক্তি হিসাবে অভিবাদন জানিয়েছে:
25“ যা উল্লেখযোগ্য তা হলো যে কোন মূল্যে, তিনি একটা' কল্পবাস্তব' অস্তিত্বের মধ্য দিয়ে অতিক্রম করেছেন।
26তিনি যে সত্য বিশ্বাস করতেন সেটার মধ্য দিয়েই শুধু তিনি গিয়েছেন।
27অনেকেই বলে যে এগুলো তাদেরও বিশ্বাস শুক্রি আরো বেশি ‘সাহসী' ছিলেন কারন প্রথা বহির্ভুতভাবে তিনি তার আকাঙ্খা তুলে ধরেছেন।”
28রাইসকুকার শুক্রিকে স্মরণ করেছে:还有一次他在Bau-Bau咖啡馆也被揍。
29“আমরা সবাই শুক্রিকে সেই ব্যক্তি হিসাবে চিনি যে কোথাও তার ল্যাপটপ ছাড়া যেত না, আর তার যখন সুযোগ এলো, সে সাথে সাথে অনলাইন হতো, যা সে করতে পছন্দ করতো তাই করতো, যার মধ্যে লোকের পাতায় অদ্ভুত মন্তব্য রাখা, যার মুল লক্ষ্য ছিল রাগানো আর খেপানো।
30বেশ কয়েকবার শুক্রিকে মারাও হয়েছে।E Contrario相信苏克里的一生非常多采多姿:
31বেশ কয়েক বছর আগে তেরাতাক দাংদুত কনসার্টের ঘটনার কথা আমাদের সবার মনে আছে, যখন সে বেশ কয়েকটা মাস্তানকে খেপিয়েছিল এবং তারপরে তাদের কনসার্টে গিয়েছিল।
32তাকে বাউ বাউ কাফেতে ঘুষি মারা হয়। ” ই-কন্টারিও বিশ্বাস করে শুক্রি একটি বর্ণময় ওবং উদ্ভাবনশীল জীবন যাপন করে গেছেন:这位年轻人在我们这个时代的交叉路口,努力想面对各种挑战,我感觉得他试图处理生活中许多矛盾,他的文字记录透过对各种大问题的焦虑,包括宗教、政治、哲学等,他的心灵成为各种冲突的战场。
33“এই যুবক আমাদের সময়কার বিভিন্ন চ্যালেন্জ মোকাবেলা করতে হিমসিম খেত।
34আমি বুঝতে পেরেছি যে সে জীবনের নানা বৈষম্য ও প্রতিকুলতা দুর করার চেষ্টা করত। তার লেখায় উঠে আসে বিভিন্ন বিষয় যেমন ধর্ম, রাজনীতি, দর্শন ইত্যাদি।苏克里的一生多采多姿,也肯定在朋友的记忆中,留下永难磨灭的记忆,他承受的痛苦与两难也牵动着我们,他的沉默吶喊,逼迫我们面对年轻世代的内在,他的死讯也提醒我,他们的轻快生命也如此脆弱。
35তার মাথা এইসব নিয়ে দ্বন্দ্বে পূর্ণ থাকত।请看关于苏克里的这段录像:
36শুক্রি একটি বর্ণময় ওবং উদ্ভাবনশীল জীবন যাপন করে গেছে এবং তার পরিচিতদের কাছে অনেক স্মৃতি রেখে গেছে।
37তার বেদনা এবং দ্বন্দ্বগুলোও আমাদের প্রভাবিত করে।
38তার নিরবতা আমাদের নিজেদের জীবন এবং সংকটময় যুবাদের দিকে তাকাতে বাধ্য করে।
39তার চলে যাওয়া আমাকে মনে করিয়ে দিচ্ছে যে অস্থির জীবন ভঙ্গুর হয়।”
40শুক্রির এই ইউটিউব ভিডিও ক্লিপ দেখুন:校对:Portnoy