# | ben | zhs |
---|
1 | গুয়াতেমালা: উন্মুক্ত ইন্টারনেট- যে কেউ ব্লগ করতে পারে | 危地马拉:互联网开放,谁都能写博客 |
2 | গুয়াতেমালাতে একসময় রাজনৈতিক অরাজকতা ছিল, প্রেসিডেন্ট ছিলেন সেরানো এলিয়াস, এবং তিনি প্রেস সেন্সর বলবৎ করেন। | |
3 | সময়টি ছিল ৯০ দশকের প্রথম ভাগ এবং তখন শুধুমাত্র কিছু সৌভাগ্যবান গুয়াতেমালান ইন্টারনেট ব্যবহার করতে পারতেন । এটি দেশের খবর বাইরে প্রচারের জন্য চমৎকার একটি মাধ্যম ছিল। | 危地马拉九零年代初曾经政局动荡,时任总统的艾利亚斯(Serrano Elías)便决制出手管制媒体,当时大多数瓜国民众无法接触互联网,但互联网真是个散播消息至海外的好工具,让世界知晓瓜国境内事态,少数拥有特权者得以藉由互联网广发消息。 |
4 | দেশের ভেতরে কি হচ্ছিল তা বিশ্বকে জানানোর এটিই অন্যতম উপায় ছিল। কিন্তু শুধুমাত্র ইন্টারনেট সুবিধাপ্রাপ্ত গুটিকয়েক উচ্চবর্গের লোকজনই তা পারতেন। | 电讯事业民营化之后,互联网服务提高了质量与普及率,今日许多人不再静默,开始使用手机与计算机,更学着在互联网世界抒发所思。 |
5 | তারপর টেলিযোগাযোগ সুবিধা বেসরকারীকরন করা হল, এবং সেবা প্রসারিত ও উন্নত হল। | 现在危地马拉也出现内容受人非议的博客,有些关乎政治立场,其它则有关各种复杂议题及人物,以下为几个例子。 |
6 | এখন অনেক লোকই সরব হয় মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে এবং তারা আস্তে আস্তে ওয়েবে তাদের মনের ভাব প্রকাশ করা শিখছে। | |
7 | গুয়াতেমালার ব্লগোস্ফিয়ারে বিতর্কমুলক ব্লগ রয়েছে: কিছু রাজনৈতিক মতবাদ প্রকাশ করে এবং কিছু জটিল বিষয়গুলো তুলে ধরে বক্তব্য বা বক্তব্যকারীর মাধ্যমে। | |
8 | এখানে আপনারা কিছু উদাহরন দেখতে পাবেন। দশ বছর আগে গুয়াতেমালার সামরিক বাহিনী সম্পর্কে কোন সংবাদই শোনা যেতনা, এমনকি সাধারন আলাপেও। | 十年前,无论在新闻或一般人闲聊,都不曾提到关于政府军的只字词组,因此当我们发现军事博客军事观点[ES],实在值得好好注意,其中报导有关军方争议单位人员kaibil的训练与活动,也能见到媒体中少见的看法。 |
9 | এজন্যই এটি সত্যিই উৎসাহদ্দীপক যে সামরিক বাহিনীর একজন ব্লগিং করছে। | 美国人在危地马拉通常不受舆论欢迎,但两位北美民众在博客GRINGOLOGUE里,畅谈在瓜国担任志工的经验,很高兴能见到外籍人士提供的不同观察角度。 |
10 | পারস্পেক্টিভা মিলিটার (স্প্যানিস ভাষায়) ব্লগের মাধ্যমে আপনি একজন কাইবিল (সৈনিকদের একটি বিতর্কিত ইউনিটের সদস্য) এর প্রশিক্ষন এবং অভিযান সম্পর্কে জানতে পারছেন। | |
11 | মিডিয়া এই বিষয়গুলো তুলে না ধরলেও সবার কাছে এই ব্যাপারগুলো ব্লগের মাধ্যমেই উপস্থাপন হচ্ছে। | |
12 | গুয়াতেমালায় উত্তর আমেরিকান নাগরিকদের সম্পর্কে সাধরনের বিরুপ মনোভাব রয়েছে, যদিও দুজন উত্তর আমেরিকান গ্রিন্গোলগ ব্লগের মাধ্যমে এইদেশে তাদের স্বেচ্ছাসেবামুলক কার্যক্রমের অভিজ্ঞতা বর্ননা করছে। | |
13 | ভিনদেশী নাগরিকদের মাধ্যমে ভিন্ন পরিপ্রক্ষিতে কোন বিষয় দেখতে ভালই লাগে। | |
14 | এটিকে আপনি তুলনা করতে পারেন হোমো হোমিনি লুপুস, চিলিতে এক্সচেন্জ প্রোগ্রাম করা একজন ব্লগার এবং এলচারাকোটেল, ইউরোপে অভিবাসন নেয়া একজন ব্লগারের সাথে। | |
15 | এরা দুজনই দেশে ব্লগিং শুরু করলেও বর্তমানে ভিন্ন সমাজে অর্জিত তাদের অভিজ্ঞতাকে উপস্থাপন করে গুয়াতেমালান ব্লগারদের ভিন্ন পরিপ্রক্ষিত তুলে ধরছে। সেপ্টম্বর থেকে নির্বাচন শুরু হবে। | 互联网上也有些对照组,Homo homini lupus[ES]的作者正在智利做交换学生;elcharakotel[ES]的作者则移居欧洲,两人身处于异国社会与体验中,论调也与留在国内的危地马拉博客相异。 |
16 | এবং এবারই প্রথম ব্লগকে প্রচার মাধ্যম হিসাবে ব্যবহার করা ছাড়াও পর্যবেক্ষনকারীদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। | |
17 | আপনি এর প্রমান পাবেন ইলেক্সিওনে গুয়াতেমালা ব্লগে। কম ফান্ডের ছোটো দলগুলো তাদের পরিকল্পনা প্রচার করার জন্য উপায় খুঁজে পেয়েছেন, যেমন এনকুয়েন্ত্রো পর গুয়াতেমালা। | 国家大选将于九月举行,候选人与观察者都首度采用博客,例如「危地马拉选举[ES]」等,经费拮据的小党亦透过博客传递理念,如「危地马拉际遇 [ES]」。 |
18 | এবং বিস্মৃত হওয়া সরকারী পার্টির স্থানীয় সংগঠন, যেমন গানাচিনাউতলা ব্লগোস্ফিয়ারে তাদের যায়গা করে নিয়েছে। | |
19 | গুয়াতেমালানরা ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব ধারনাকে প্রচার করার উপায় খুঁজে পেয়েছে। | 无论是执政党或遭社会遗忘的地方组织,都在博客里找到一席之地,例如GANACHINAUTLA[ES] |
20 | গুয়াতেমালান ব্লগাররা প্রায়ই সাংবাদিকদের আগই কোন বিষয় বা ঘটনা নিয়ে লিথছে এবং তারা তাদের ব্লগের মাধ্যমে বিবিধ মত বা ধারনা উপস্থাপন করছে এবং আলোচনার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। | |
21 | কিন্তু ভিন্ন মতবাদগুলো গ্রহন করার জন্য প্রয়োজনীয় সহনশীলতা ধরে রাখায় গুরুত্ব দেয়া দরকার। ব্লগারদের মধ্যেও এই সমস্যা লক্ষ্য করা গেছে। | 危地马拉民众已明白互联网散播观念的益处,博客这种工具也适时出现,当地博客关注焦点时常领先一般记者,也开始透过个人空间阐述观点、意见相互讨论。 |
22 | মতপ্রকাশের একটি মাধ্যম হিসাবে ব্লগের বিবধ ব্যবহার সম্ভব কিন্তু ব্লগারদের একক লক্ষ্য হএয়া উচিৎ মতের ভিন্নতাকে সম্মান প্রদর্শন এবং বাকস্বাধীনতা রক্ষা করা। -রেনাটা আভিলা | 但值得注意的是,就算是博客之间,当地人们接纳多元意见的雅量仍有限,博客用途广泛,但尊重异议与言论自由是不变的共通价值。 |