# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ: গর্ভবতী ও নতুন মায়েদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে | |
2 | বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশকোটির কাছাকাছি। | |
3 | এর একটা বড়ো অংশ হলেন নারীরা। | 孟加拉:生产前后的行动卫生服务 |
4 | তাই মোবাইল ফোনের মাধ্যমে নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা দেয়ার জন্য বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে ‘আপনজন' সেবা। | 孟加拉手机用户总数超过9800万,其中许多为女性,有一项关于女性健康的手机服务最近推出,即针对这个族群,在“女性作为行动联盟”(MAMA)支持下,Aponjon这项手机服务希望协助孟加拉境内的孕妇与新手妈妈,该服务成本很低,并免费提供给所得占最后20%的订户,致力减少孕妇与新生儿染病及死亡案例。 |
5 | মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটারনাল অ্যাকশনের (মামা) পৃষ্ঠপোষকতায় 'আপনজন'-এর মাধ্যমে গর্ভবতী মা ও এক বছর বয়সের নীচে শিশুর মায়েরা প্রতি সপ্তাহেই স্বাস্থ্য ও সুস্থ থাকার যাবতীয় পরামর্শ পাবেন | |
6 | । স্বল্পমূল্যে এই সেবা পাওয়া যাবে | 该组织全球夥伴部门主管Kirsten Gagnaire表示: |
7 | । তবে গ্রাহকদের মধ্যে সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ বিনামূল্যে এই সেবা পাবেন। | |
8 | মামার গ্লোবাল পার্টনারশীপ ডিরেক্টর কার্স্টেন গ্যাগনেয়ার লিখছেন: আপনজন লোগো। | Aponjon的标志,象征若要保持妇女健康,丈夫及家人参与相当重要,照片来自Aponjon网站 |
9 | সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাবা এবং পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা, লোগোর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। | |
10 | উল্লেখ্য, ২০১১ সালে ৪টি জেলার ১৩টি জায়গায় ১২০০ গ্রাহক নিয়ে প্রাথমিক ভাবে ‘আপনজন' সেবা চালু হয়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর বর্তমানে জাতীয় পরিসরে চালু হয়েছে। | Aponjon在孟加拉语意指“可靠的朋友”,这项服务由MAMA在孟加拉的夥伴开发,透过手机提供资讯给妇女,帮助她们从怀孕到婴儿出生后一年内照顾自 已与子女,这项服务也特别针对社区里的“守门人”,通常是指伴侣、母亲、姊妹、丈夫的母亲等,他们负责家庭照顾与财务。 |
11 | আশা করা হচ্ছে ২০১৫ সাল নাগাদ ২০ লাখ প্রসুতি, নতুন মা ও তাদের পরিবারের কাছে এই সেবা পৌঁছে যাবে। | |
12 | বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য চিত্র বাংলাদেশে মা ও নবজাতকের মৃত্যু'র হার অনেক বেশি। | 这项服务传送给“守门人”的讯息 里,加强妇女已从其他服务得知的资讯,但也强调守门人扮演的角色,确保从怀孕、生产到育儿的经验既健康又快乐。 |
13 | এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রসবকালীন জটিলতায় প্রতি ৪৫ মিনিটে একজন মায়ের মৃত্যু হয়। | |
14 | আবার প্রতি ৪ মিনিটে এক মাসের কম বয়সী একটি শিশু মারা যায়, কারণ তাদের মায়েরা জন্মপরবর্তী যে পরিচর্যা দরকার, তারা সেগুলো পান না বলে। | |
15 | যদিও, গত কয়েক বছরে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নানা ধরনের কর্মসূচি নেয়ার কারণে মা ও নবজাতকের মৃত্যু'র হার অনেক কমেছে। | |
16 | ১৯৯০ সালে যেখানে নবজাতক শিশুর মৃত্যু'র হার ছিল প্রতি হাজারে ৯৭ জন। | |
17 | ২০১১ সালে এটা এসে দাঁড়িয়েছে প্রতি হাজারে ৩৭ জনে। একই সময়ে ৫ বছর কম বয়সী শিশুর ৬৭ শতাংশ থেকে কমে এসে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। | 这项服务自2011年9月起实施,试验期涵盖四个区、13个地点,共1200名订户,因为相当成功,Aponjon拓展至全国,希望至2015年,可纳入逾200万孕妇及新手妈妈。 |
18 | সাফল্যের গল্প | 孟加拉妇孺健康现况 |
19 | আশা রাণী, আপনজন মোবাইল স্বাস্থ্যসেবা নিয়ে সন্তুষ্ট। ছবি আপনজন ওয়েবসাইটের সৌজন্যে | 孟加拉妇孺死亡率均高,一份报告指出,国内每隔45分钟,就有一名女性因怀孕或生产的并发症而死;每隔4分钟,就有一名未满月的新生儿死亡,因为婴儿无法在出生前后获得妥善医护。 |
20 | আশা রাণীর বয়স ২৪। দুই সন্তানের মা। | 但是过去数十年间,中央与地方长期努力,让妇孺死亡率大幅下滑,1990年至2011年,婴儿死亡率从0. |
21 | শাশুড়িকে নিয়ে বাস করে ঢাকার ভাষানটেক বস্তিতে। | 97%降至0.37%,同期新生儿夭折率减少50%,五岁以下幼儿死亡率降低67%。 |
22 | দ্বিতীয় বাচ্চা জন্মদানের পর এক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে শুনে সে “আপনজন” সেবা নিয়েছিল। | |
23 | সে এই সেবা নিয়ে খুশি: | 成功经验 |
24 | সত্যি বলতে কি, এখন আমি জানি, বাবুকে বুকের দুধ খাওয়ানোর পর ওকে কয়েক মিনিট কাঁধে রাখতে হবে। তাহলে সে আর কখনোই বমি করবে না। | Asha Rani现年24岁,已婚,育有两名子女,住在首都达卡里相当拥挤的Vashantek贫民窟内,次子出生后,她从卫生人员处得知Aponjon服务,并成为订户,对服务内容相当满意: |
25 | তাই এখন আমি দুশ্চিন্তামুক্ত থাকতে পারি। | Asha Rani对Aponjon行动健康服务相当满意,照片来自Aponjon网站 |
26 | বাবুর বেড়ে ওঠার সময়ে ওকে কীভাবে য্ত্ন নিতে হবে, তা ‘আপনজন' সেবার মাধ্যমে জানতে পারি। | |
27 | তাছাড়া, আমার নিজের স্বাস্থ্যের জন্য কী করা উচিত, তাও জানতে পারছি। | |
28 | গত কয়েক বছরে বাংলাদেশে মোবাইল ফোনের বেশ প্রসার ঘটেছে। | |
29 | দেশের বেশিরভাগ অঞ্চল মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। | |
30 | তাই মোবাইল ফোনের মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়া এখন অনেক সহজ। ডা. | 嗯…老实说,自从我知道女儿喝完母乳后,应该靠在我的肩膀上几分钟,女儿就不再呕吐,让我放心不少,Aponjon服务让我得到子女扶养正确资讯,也照顾自身健康。 |
31 | ফিদা মেহরান বিষয়টি নিয়ে বলেন: কয়েক বছর আগেও ভাবা যেতো না, মোবাইল ফোন মানুষের কাছে একটি সাধারণ পণ্য হয়ে উঠবে। | 过去几年,手机在孟加拉乡村快速普及,国内多数地区今日皆在讯号涵盖范围内,故运用手机传递资讯相当方便,Fida Mehran医师在《每日星报》撰文指出: |
32 | এমনকি যে দারিদ্র সীমার নিচে রয়েছে, সেও এখন মোবাইল ফোন কিনতে পারে। কিভাবে ফোনে কথা বলতে হয়, তাও জানে। | 几年前,很难想像全国将几乎人手一支手机,也无法想像纵然是赤贫民众,也可以购买手机、学习拨打与接听电话,甚至是阅读与编写简讯,由于手机在孟加拉普及率与讯号覆盖率大增,已成为散播资讯的最佳管道。 |
33 | ক্ষুদে বার্তা পড়তে এবং লিখতেও জানে। | |
34 | মোবাইল ফোনের ব্যবহার বাড়ায়, এবং দেশের বিস্তৃত অঞ্চলে নেটওয়ার্ক কাভারেজ থাকায় দেশের বেশিরভাগ মানুষের কাছে এর মাধ্যমে পৌঁছানো সম্ভবপর হয়েছে। | |
35 | তাছাড়া তথ্য ছড়িয়ে দিতে এবং সচেতনতা তৈরিতে মোবাইল ফোন সবচেয়ে ভালো মিডিয়া পরিণত হয়েছে। | |