# | ben | zhs |
---|
1 | মায়ানমারে আরো অনেক ওয়েব সাইট বন্ধ করা হয়েছে : গ্লোবাল ভয়েসেস সাইটিও বন্ধ করে দেওয়া হয়েছে | |
2 | মায়ানমারে যে দু'টি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদান করে থাকে, তার মধ্যে অন্যতম বাগান আইএসপি। | |
3 | এটি মায়ানমারের এমপিটির (মায়ানমার পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন বা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের) অধীনে এই সেবা সরবরাহ করে। | |
4 | এবার এই প্রতিষ্ঠানটি বেশ কিছু ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে, যার মধ্যে নিজস্ব ডোমেইন সহ কিছু ব্লগও রয়েছে। | |
5 | মায়ানমারে গ্লোবাল ভয়েসেসের ওয়েব সাইট বন্ধ করে দেবার পর তার স্ক্রীনশট বা নেটে প্রদর্শিত মূল পাতার ছবি। | |
6 | বন্ধ করে দেওয়া সাইটের একেবারে নতুন যে তালিকাটি করা হয়েছে, তাতে রয়েছে টুইটার, ওয়ার্ডপ্রেস (এবং তার অন্তর্গত সাবডোমেইন ব্লগ) এবং গ্লোবাল ভয়েসেস। | |
7 | হুট টাইজার এমন এক ব্লগার, যার নিজস্ব ডোমেইন রয়েছে। তিনি লিখেছেন: | 缅甸封锁更多网站,包括全球之声 |
8 | বলা যায়, এবারই, প্রথমবার নয় যে (আমার সাইটটি বন্ধ করে দেওয়া হল)। ২০০৭ সালে বাগান (এমটিপি) পুরো ব্লগস্পট. | 缅甸有两个网络服务供应商:「缅甸邮通」(MPT)及Bagan,后者最近开始封锁更多网站,包括自购网域的博客。 |
9 | কম বন্ধ করে দিয়েছিল। | 全球之声网站在缅甸遭禁画面截图 |
10 | নিষেধাজ্ঞার সময়ও আমি ব্লগে লিখছিলাম এবং যখন সাইটিটি আমি রিফ্রেশ করলাম বা পুনরায় একই পাতায় প্রবেশ করার চেষ্টা করলাম, তখন প্রথম আবিষ্কার করলাম যে, এটার বন্ধ হয়ে গেছে। | |
11 | সে সময় এমপিটির সাইটি চালু ছিল। | |
12 | কাজেই আমি সেই সাইবার ক্যাফেতে গেলাম, যেখানে এমপিটি সংযোগ ব্যবহার করা হয়। সেটিও বেশিদিন টিকলো না। | 最新遭禁名单包括Twitter、WordPress(及所属博客)、全球之声等。 |
13 | দুই সপ্তাহ পরে এমপিটির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় (তার ব্লগস্পট বন্ধ করে দেওয়া হয়)। | |
14 | এরপর আমি আমার নিজের ডোমেইন ব্যবহার করতে শুরু করি। তবে হটু টাইজার ২০০৯ সালের শুরুর কথা লিখেছেন। | 自购网域的博客Htoo Tayzar表示: |
15 | সে সময় তিনি দেখতে পান তার ডোমেইনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (মানে বন্ধ করে দেওয়া হয়েছে)। কাজেই তিনি আইএসপি বা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার জন্য অনুরোধ জানান। | 我的网站并非第一次遭禁,Bagan自2007年便已封锁Blogspot.com,当时我正在写博客,更新页面后却发现 遭 禁,不过MPT仍保持开放,所以我前往网咖使用MPT的系统,可惜也没维持多久,大约两星期后,MPT也查禁Blogspot,之后我决定自购网域。 |
16 | তিনি যে মেইল পাঠান তাতে, নিজেরটি ছাড়াও আরো পাঁচটি ওয়েব সাইটের কথা জানিয়েছিলেন। দুদিন পরে সবকটি ওয়েব সাইট পুনরায় চালু করা হয়। | 然而Htoo Tayzar提到2009年初,他自己的网域遭查禁,于是向网络服务供应商要求开放;两天后,他所要求的六个网站全都恢复,此次是他的网域二度遭封锁,不过仅限Bagan的线路,MPT方面仍开放。 |
17 | আজ দ্বিতীয়বারের মত এটি বন্ধ করে দেওয়া হল। এটা কেবল বাগান আইএসপির ক্ষেত্রে বন্ধ হয়ে রয়েছে তবে তা এমপিটিতে চালু রয়েছে। | 这些网络服务供应商自2007年便封锁Blogspot及其子网域,故有些曾使用Blogspot平台的博客转为自购网域,让读者没有浏览障碍。 |
18 | ২০০৭ সাল থেকে আইএসপি দু'টি, ব্লগস্পট এবং তার সাবডোমেইন বন্ধ রেখেছে। | |
19 | এর ফলে যারা ব্লগস্পস্টে ব্লগ করত সে রকম কিছু ব্লগার তাদের নিজস্ব ডোমেইন তৈরি করে, যাতে পাঠকরা সহজেই তাদের লেখা দেখতে পারে। | |
20 | নি লিইন সেক এমন একজন ব্লগার, যিনি নিজস্ব ডোমেইন নিয়েছেন, তিনি লিখেছেন: আমি দু:খিত। | 自购网域的Nyi Lynn Seck表示: |
21 | আমার ব্লগ বাগান আইএসপি বন্ধ করে রেখেছে। আমি আমার নিজের পয়সায় এই ডোমেইন কিনেছিলাম, এবং তাকে পুনরায় সংযুক্ত করেছিলাম, যাতে আমার পাঠকরা সহজেই আমার সাইটটি দেখতে পারে। | 很抱歉,我的博客遭Bagan封锁,我自己先前花钱买了网域,再指向旧网站,纵然供应商封锁Blogspot和 WordPress,读者也能继续浏览网站,但现在什么办法都没有。 |
22 | যখন তারা (ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএসপি) ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস বন্ধ করা শুরু করে, তখন আমি ডোমেইন কেনার সিদ্ধান্ত নেই। | |
23 | এখন আমার আর কিছুই করার নেই। আমি ২০০৫ সাল থেকে ব্লগ লিখে আসছি এবং লেখা চালিয়ে যেতে চাই। | 我的博客自2005年成立至今,也会继续写作,我珍惜博客这个身分,珍惜每篇写下 的文章,也投入很多心力在其中。 |
24 | যে ভাবেই ব্লগ নিষিদ্ধ করা হোক না কেন, আমি চালিয়ে যেতে চাই, কারণ ব্লগ পদ্ধতির মধ্যে মেল বা চিঠি পাঠানোর এক ব্যবস্থা রয়েছে। | |
25 | আমার এই লেখা আমি যে কোন এড্রেস বা মেইলের ঠিকানা থেকে পাঠাতে পারি। | |
26 | আমি আমার ব্লগে লেখা চালিয়ে যেতে চাই। নিজের জীবনকে আমি একজন ব্লগার হিসেবে মূল্যায়ন করতে চাই। | 目前缅甸共有Bagan及MPT两个网络服务供应商,有些网站只遭到其中一个供应商封锁,在另一套系统里却仍开放。 |
27 | প্রতিটি পোস্ট যা আমি লিখেছি, সেই লেখার অভিজ্ঞতা অর্জনের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। | |
28 | বর্তমানে মায়ানমারে দু'টি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে- বাগান আইএসপি (মায়ানমার টেলিপোর্ট) এবং এমপিটি আইএসপি। | |
29 | বাগান আইএসপিতে যে সমস্ত ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে, তার কয়েকটিকে আবার এমপিটি আইএসপিতে বন্ধ করা হয়নি, কয়েকটির ক্ষেত্রে আবার ঠিক উল্টোটা ঘটেছে। | |
30 | যেগুলো এমপিটিতে বন্ধ হয়ে আছে, সে সব ব্লগ এখনো বাগান আইএসপিতে চালু রয়েছে। | 校对:Soup |