# | ben | zhs |
---|
1 | ইয়েমেন: তায়েজের বিক্ষোভে একজন হত, একাধিক আহত আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ | 也门:塔伊兹抗争引发暴力 |
2 | ইয়েমেনের তায়েজে আজ হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং আলি আব্দুল্লাহ সালেহর শাসনামল উৎখাতের আহ্বান জানায়। ইয়েমেন পোস্ট এর মতে বিক্ষোভকারীদের প্রতি রিপাবলিকান গার্ড ফোর্স তাজা গুলি চালালে একজন বিক্ষোভকারী নিহত হন এবং চারজন আহত হন। | 大批抗议民众于4月26日走上也门塔伊兹(Taiz)街头,力图推翻总统萨利赫(Ali Abdullah Saleh)领导的政权,Yemen Post指出,因为政府军攻击抗争群众,导致现场有一名抗议者遭到杀害,另有四人中弹受伤。 |
3 | বৃষ্টি সত্বেও নারী, পুরুষ এবং শিশুদের ছাতা মাথায় দিয়ে এবং পতাকা হাতে নিয়ে তায়েজের সড়কগুলোতে মিছিল করতে দেখা যায়। | 尽管雨势不断,许多男女和孩子仍撑着雨伞,在塔伊兹街头游行与挥舞国旗。 |
4 | মালটিসা১৯৯৯ বিক্ষোভের দৃশ্যগুলোকে ভিডিও করেন: | multisal999的影片记录抗争一景: |
5 | ইউটিউব-এ অল্প কিছুক্ষণ পরেই অন্য ফুটেজে দেখা যায় যে বিক্ষোভকারীরা গুলির শিকারে পরিণত হয়েছে। | 不久后,YouTube网站上便陆续出现民众中枪画面。 |
6 | সতর্কতা: গ্রাফিক ভিডিও রামজি২০১১১০০-এর পোস্ট করা চলমান এ ভিডিও তে দেখা যায় বিক্ষোভকারীরা মাথায় আঘাতপ্রাপ্ত একজন বিক্ষোভকারীকে বহন করে নিয়ে যাচ্ছেন। | 警告:画面血腥 |
7 | এ ভিডিওটি আজ আপলোড করা হয়। ভিডিওটিতে বলা হয়: | Ramzi2011100上传一段影片,记录民众带着一名头部中弹的伤患窜逃,附带以下说明: |
8 | তায়েজে ক্ষয়-ক্ষতি, শাব বিদ্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনী তাজা গুলি ব্যবহার করেছে। | 国安人员在Shaab学校前开枪,导致塔伊兹民众受伤。 |
9 | মুফিদ২০২২ কর্তৃক ধারণকৃত এ ভিডিও-তে দেখা যায় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত অপর একজন ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। | mufeed2022提供的画面,另一人同样头部中弹,在旁人护送下离开,影片标题是: |
10 | ভিডিওটি আরবিতে: ” তায়েজে আলি সালেহর বাহিনী একজনকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে।” | 萨利赫军队在塔伊兹杀害一人、伤害多人。 |
11 | ভিডিওটির বর্ণনায় বলা হয়: | 影片简介写道: |
12 | আজ তায়েজে শাব বিদ্যালয়ের কাছে সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতি গুলি চালালে একজন নিহত হয়। গাল্ফ কোপারেটিভ কাউন্সিলের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা রাস্তায় সমবেত হয়। | 今天在塔伊兹地区Shaab学校附近,军方对抗议民众开枪,导致一人身亡,民众之所以走上街头,是为抗议在野阵营接受“波湾合作理事会”的提议,抗争群众总是认为,军方是在保护人民,以免受到警方、国安人员及共和卫队暴力相向,但没想到只是谎言。 |
13 | বিক্ষোভকারীরা সবসময়ই মনে করতো পুলিশের নির্মমতা, নিরাপত্তা বাহিনী ও রিপাবলিক গার্ডদের সহিংসতা থেকে সেনাবাহিনী তাঁদের রক্ষা করবে কিন্তু তাঁদের সে আশা মিথ্যায় পরিণত হয়। | 校对:Soup |