# | ben | zhs |
---|
1 | ভিডিও: ওয়ান মিনিট জেআর ভিডিও-২০১০- পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তরা | 2010年One Minute Jr影片奖入围名单 |
2 | ওয়ান মিনিট জেআর নামক প্রকল্পের প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে। | |
3 | সেল্ফ পোট্রেট (আত্ম নির্মাণ), ইনসাইড-আউট (ভেতরের একজন) এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম (এক মিনিটের স্বাধীনতা) নামক প্রত্যেকটি বিভাগের জন্য একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি জেভিসি পিসকো এইচডি-হ্যান্ড ক্যামেরা পাবে। | One Minutes Jr计划在2010年三个奖项的入围者已经出炉,“(自我)肖像”、“由内而外”、“一分钟的自由”三项的优胜者将各获得一部JVC Piscio高画质手持摄影机,入围者皆为国际艺术计划oneminutejr的成员,这项计划举办为期五天的工作坊,主要针对年龄介于12岁至20岁的弱势或社会边缘年轻人: |
4 | মনোনয়ন লাভ করা সকলেই ওয়ানমিনিটিজেআর নামক আন্তর্জাতিক, শিল্প-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক উদ্যোগের অংশগ্রহণকারী, যে প্রতিষ্ঠান ১২ থেকে ২০ বছর বয়স্ক সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক অবস্থায় বাস করা কিশোরদের নিয়ে ৫ দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করে থাকে: | |
5 | ওয়ানমিনিটজেআর পাঁচদিন ব্যাপী এক কর্মশালা পরিচালনা করে থাকে, যেখানে তরুণদের ক্যামেরা পরিচালনার মৌলিক কৌশল ও নির্দেশনা, গল্প-বলা, দলগত ভাবে কাজ করা ও বিভিন্ন বিষয় সৃষ্টিশীল ভাবে চিন্তা করা এবং তাকে পুনরায় উপস্থাপনার শিক্ষা প্রদান করা হয়ে থাকে। | |
6 | প্রত্যেকটি অংশগ্রহণকারী কর্মশালার বিষয় অনুসারে তার নিজস্ব গল্পকে তৈরি করবে এবং তার উপর ভিত্তি করে ষাট সেকেন্ডের একটি ভিডিও চিত্র নির্মাণ করবে যা কর্মশালার শেষে প্রদর্শিত হবে। | |
7 | ইউনিসেফের ওয়েবসাইটে মনোনয়নপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে। এই সমস্ত ভিডিও ওয়ানমিনিটজেআর-এর সাইটেও দেখতে পাওয়া যাবে, অথবা এর কয়েকটি তাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। | oneminutejr共举办五天的工作坊,让年轻人学习基本摄影及导演技巧、如何说故事、团队合作、以创意方式思考问题与呈现,每位学员依据工作坊主题发想个人要述说的故事,并在工作坊尾声播放自己的60秒作品。 |
8 | নীচে মনোনয়নপ্রাপ্ত কয়েকটি ভিডিও রয়েছে, এর কোনটাই এক মিনিটের বেশি দীর্ঘ নয়। | 入围者完整名单请见联合国儿童基金会网站,影片可在计划网站上浏览,或是到YouTube频道观赏。 |
9 | একজন বিচারক বিজয়ীদের নির্বাচিত করবেন এবং বিজয়ীদের নাম নভেম্বরের ১০ তারিখে ঘোষণা করা হবে। | 以下是部分入围片段,每段最长仅一分钟,最终优胜者由评审团于11月10日公布。 |
10 | মামা নামক তথ্যচিত্রটি অভিযোজনের উপর তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছেন ইউক্রেনের ওল্ফ আরটেম, এবং এটি নিজের সেল্ফ পোর্ট্রেট (আত্ম নির্মাণ) বিভাগের জন্য মনোনীত হয়েছে: | Mama与领养有关,导演是乌克兰的Wolf Artem,入围“(自我)肖像”类别: |
11 | এছাড়াও একই বিভাগে গ্রিটিংস ফ্রম কসোভো নামক ভিডিওটি মনোনয়ন লাভ করেছে। যার নির্মাতা সাউদা জাহিরোভিচ। | 此类别另一项入围作品的Suada Jahirovic的Greetings from Kosovo,以被迫移民为主题: |
12 | এটি জোরপূর্বক অভিবাসনের উপর নির্মিত: ইনসাইড-আউট (ভেতরের জন) বিভাগের জন্য আজারবাইজানের নার্গিস জেইনোলোভার পেপার উইংস মনোনয়ন লাভ করেছে। | “由内而外”项目的入围者包括Nargiz Zeynalova(亚塞拜然)的Paper Wings,呈现女性与教育问题,由于我无法找到可嵌入的影片,请点选连结至网站观赏。 |
13 | এটি নারী এবং শিক্ষার মত বিষয় তুলে ধরছে: যেহেতু আমি এই বিভাগের জন্য রাখা ভিডিও লিঙ্ক (এমবেডেড) পাইনি, তাই এই ওয়ানমিনিটজেআর সাইটে এই ভিডিওটিকে দেখুন। | 同一类别的入围作品为Taim Nogut,这是Louisah Enos(巴布亚纽几内亚)拍摄的自杀故事: |
14 | একই বিভাগে রয়েছে টাআইম নোগুট নামক ভিডিও। এটি আত্মহত্যার উপর নির্মিত ঘটনা। | “一分钟的自由”类别中,盖亚那的Ryan Forde拍摄Focus这段影片,触及教育议题: |
15 | যা নির্মাণ করেছে লুইশা এনোস। তার বাড়ি পাপুয়া নিউগিনিতে: | 最后一段影片来自塔吉克的Tolib Homitov,On the Last Drop以水资源保护为主题: |
16 | এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম বিভাগে মনোনয়ন পাওয়া ফোকাস নামের ভিডিওটি নির্মাণ করেছেন রায়ান ফোর্ড। তিনি গায়ানার অধিবাসী। | 别错过其他入围影片,呈现来自于乌干达、美国、巴贝多、越南及斐济的观点。 |
17 | এতে তিনি শিক্ষায় জটিলতার মত বিষয়কে মোকাবেলা করছেন: | 校对:Soup |
18 | শেষ কিন্তু, সবশেষ নয়, ওন দি লাস্ট ড্রপ নামক ভিডিওতে আজারবাইজানের টোলিব হোমিটভ পানি সংরক্ষণের উপর মনোযোগ প্রদান করেছে: | |
19 | পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত অবশিষ্ট নির্মাতাদের ভিডিওগুলোও দেখতে ভুলবেন না, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন উগান্ডা, যুক্তরাষ্ট্র, বার্বাডোজ, ভিয়েতনাম এবং ফিজির মত জায়গা থেকে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাচ্ছেন। | |