# | ben | zhs |
---|
1 | এইচআইভি/এইডস বিস্তার প্রতিরোধের জন্য অনলাইনে প্রচারণা | 网络活动防堵爱滋蔓延 |
2 | সারা বিশ্বে যারা এইচআইভি জীবাণু বহন করছে তাদের প্রতি ঘৃণা ও বৈষম্য প্রদর্শন করা হয়। অনেক দেশে সাংস্কৃতিক অনুশীলন ও সামাজিক প্রথার কারণে লোকজন এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করে না। | 本系列报导由全球之声与联合国人口基金合作制作博客「为更好世界,对话」( Conversations for a Better World )內容· 所有文章 |
3 | এইডস রোগ ছড়ানোর বিরুদ্ধে যুদ্ধে ও লোকজন যাতে এই রোগ সম্বন্ধে সচেতন হয় এবং এই রোগের বিরুদ্ধে নিরাপত্তা মূলক ব্যবস্থা নেবার জন্য, সারা বিশ্বে অনেক সংগঠন ও কর্মীরা সৃষ্টিশীল ও স্থানীয় উদ্ভাবনী শক্তি দ্বারা প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। | |
4 | এ কাজে তারা ইন্টারনেট এবং নাগরিক মিডিয়াকে ব্যবহার করছে, যাতে তাদের এই আন্দোলন বেগবান হয়। কেনিয়া: | 环顾全球,社会上对爱滋病患的污名与歧视仍然猖獗,许多国家的文化与社会习俗让民众不愿讨论相关事项。 |
5 | ২০০১ সালে রিপ্যাক্টেড গঠিত হয়। | |
6 | কেনিয়ার নাকুরো থিয়েটার ক্লাবের তরুণ নাট্যশিল্পী এবং কেনিয়ার তরুণ যারা সামাজিক বিভিন্ন বিষয়ে আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করে, তাদের মধ্যে সংগঠিত এক চুক্তির মাধ্যমে এর জন্ম হয়। | |
7 | সামাজিক বিষয়ের মধ্যে পুন:প্রজননের মতো ঘটনা ও এইচআইভি/এইডস রয়েছে। এই প্রকল্পে কাজের জন্য ম্যাগনেট থিয়েটার ব্যবহার করা হয় যা তাদের ফোরাম থিয়েটার ধারায় এটি একটি উদ্যোগ। | 为防堵爱滋病蔓延,也为提高民众对此疾病及防护措施的瞭解,各国团体与人士努力透过创新的及在地化的计划,运用网络及公民媒体让更多人了解。 |
8 | এই শৈল্পিক প্রদর্শনে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে, যা তারা তাদের প্রতিদিনের জীবনে আলোচনা করতে পারে না এবং তাদের জন্যে একটি ফোরাম তৈরি করা। | |
9 | তারা এই সমস্ত বিষয় এমনকি তাদের পরিবারেও আলোচনা করতে পারে না, কারণ এই সমস্ত বিষয় তাদের পরিবারে আলোচনা করা নিষেধ এবং সাংস্কৃতিক কারণে এগুলো নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করা সম্ভব হয় না। | |
10 | এখানে এক ভিডিও বর্ণনা করছে, তাদের অনুশীলনের বিষয়টি। | 肯尼亚 |
11 | রিপ্যাক্টেড- মোবলাইজেশন এ্যাডুয়ার্ডো আভিলা তুলে ধরেছেন ভিমেওতে. রাইজিং ভয়েসের অনুদানে রিপ্যাক্টেড এর সদস্যদের ব্লগ লেখার প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা তাদের অভিজ্ঞতা বিশ্বকে জানাতে পারে। | Repacted组织创立于2001年,肯尼亚Nakuru剧场俱乐部的年轻剧场艺术者希望藉此机会,改变当地年轻人看待生殖健康与爱滋病的行为,这个组织运用论坛剧场计划「磁力剧场」,让平常人们因为禁忌与文化习俗,不愿在日常生活中讨论的话题,能够在此平台上交流,以下是动员行动的介绍影片: |
12 | এখানে কয়েকজন সদস্যের আলোচনা তুলে ধরা হল। এমসিসিজেএক্স কেনিয়ার স্কুলের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেছে: | 在全球之声发声计划微型奖助金支持下,Repacted也接受博客训练,与世界分享各种观点,以下是部分成员的讨论内容: |
13 | যৌনতার (অনুশীলন) স্কুলে এত বেশি মাত্রায় হয় যে, এখন অন্য যে কোন খেলার চেয়ে মাঠে এটি খেলা হয় বেশি। ৭ থেকে ২০ বছরের তরুণ, তরুনীরা অন্য যে কারো চেয়ে এই বিষয়ে বেশি জানে […]। | 性行为如今在校园内相当普遍,甚至超越其他活动,7岁至20岁的孩子非常熟悉这件事,[…]校园里找不到未曾发生关系的孩子,所以我觉得校园内应散发保险套。 |
14 | এমন কোন ছেলে বা মেয়ে নেই, যাদের বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক নেই। | Repacted计划成员照片由该计划提供 |
15 | এর বাইরে, আমি মনে করি স্কুলে কনডম বিতরণ করা উচিত। রিপ্যাক্টেডের সদস্যরা: ছবি রিপ্যাক্টেড/রাইজিং ভয়েসেস-এর সৌজন্যে | Collins Otieno Sailas也认为,若能在学校教导如何使用保险套,将减少爱滋病及其他性病感染率。 |
16 | কলিন্স ওটিনো সাইলাস যথারীতি মনে করেন স্কুলে কনডম ব্যবহার করার শিক্ষা দিলে বিষয়টি এইচআইভি/এইডস ও অন্যান্য যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত রোগ ছড়ানোর পরিমাণ কমিয়ে আনতে পারে। | |
17 | তবে এই সমাধান এতটা সরল নয়। এই প্রকল্প ঘৃণা ও বৈষম্যের মতো আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং এসবের থেকে বেরিয়ে এসেছে: | 但要解决问题并没那么简单,该计划仍在试图克服污名及歧视等种种困难: |
18 | ঘৃণা ও বৈষম্যের ক্ষেত্রে এক সৃষ্টিশীল মনোভাব প্রয়োজন, কারণ তা এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে সকল দিক থেকে এক প্রভাব তৈরী করে। জনসম্মুখে কনডম বিতরণ করা এখনো এক সমস্যা। | 必须以创新方式处理污名及歧视,因为对抗爱滋病的活动正受到影响,年轻人在活动中索取保险套都显得遮遮掩掩,不想让社区民众看到,否则社区住户会将他们与性交连结在一起。 |
19 | যখন তরুণরা তাদের বিতরণ কার্যক্রমের জন্যে বেশী পরিমানে কনডম নিতে চায়, তখন তারা ভয়ে থাকে যেন সম্প্রদায়ের কেউ তাদের দেখে না ফেলে, কারণ এর ফলে সম্প্রদায়ের লোক তার এই কনডম নেবার সাথে যৌন মিলনকে মিলিয়ে ফেলে। | |
20 | রিপাবলিক অফ কঙ্গো: বর্তমানে কঙ্গোর ৭৯,০০০ জন লোক (মোট জনসংখ্যার ৩. | 刚果共和国 |
21 | ৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোক) এইচআইভির সাথে বসবাস করছে এবং ৬৪০০ জন লোক এইডস রোগে মারা গেছে। | 刚果共和国目前约有79000名爱滋病患,占成人总数的3. |
22 | আজুর ডেভলপমেন্ট অর্গানাইজেশন ২০০৬ সালে রিপাবলিক অফ কঙ্গোর পয়েন্ট নোয়ারে এক প্রকল্প চালু করে যার মাধ্যমে তারা রাজধানীর ১০০ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করছে। রাইজিং ভয়েসেসের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা জুহি ভাটিয়ার মতে: | 5%,并累积6400件爱滋死亡案例,AZUR Development于2006年在首都开始一项计划,提供百名爱滋病患各项心理与社会支持,全球之声发声计划公共卫生类别编辑Juhie Bhatia指出: |
23 | এই সংগঠনটি এখন আরো এক ধাপ এগিয়ে গিয়ে এক পদক্ষেপ গ্রহণ করেছে। কঙ্গোতে এইচআইভি/এইডস আক্রান্ত ও এর দ্বারা প্রভাবিত ব্যক্তিরা যে ঘৃণা ও বৈষম্যের শিকার হয়, এ সব নিয়ে তথ্য তৈরি করেছে। | 该组织目前更进一步,记录刚果爱滋病患所受到的污名与歧视,训练当地爱滋病团体成员与领导人,以及爱滋网络非洲计划成员,让他们学会用影片、照片、网络广播及博客等数位方式说故事,每位成员将运用这些科技,提供爱滋病如何影响地方社区的故事。 |
24 | তারা এইচআইভি ও এইডস নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন গুলোর কর্মকর্তা ও নেতাদের যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে, এইডস নেটওয়ার্ক আফ্রিকার উদ্যোগে তারা ডিজিটাল গল্প বলা (যার মধ্যে রয়েছে ভিডিও ও ছবি তোলা) পডকাস্ট, এবং ব্লগিং করেছে। | |
25 | প্রত্যেক কমিউনিকেশন বা যোগাযোগ কর্মকর্তা এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে তাদের গল্প জানানোর জন্য। | 训练课程照片来自Azur Development |
26 | যেখানে সে কাজ করে সেখানকার স্থানীয় সম্প্রদায়কে কিভাবে এইচআইভি/ এইডস প্রভাবিত করছে সে নিয়ে এই সব গল্প বলা হবে। প্রশিক্ষণ চলছে। | 各位在该组织博客Aids Right Congo可阅读爱滋病患的故事,其中一篇文章描述污名可能让孕妇致命: |
27 | ছবি আজুর ডেভলপমেন্ট/ রাইজিং ভয়েসেস-এর সৌজন্যে তাদের ব্লগ এইডস রাইট কঙ্গোতে আপনি কঙ্গোর এইচআইভি পজিটিভ লোকদের গল্প পড়তে পারেন। | 一位爱滋孕妇在首都一间医院生产时,保不住她的宝宝,因为助产士都不愿意接触爱滋病患,许多孕妇听完爱滋相关课程后便无人闻问。 |
28 | এই পোস্ট বর্ণনা করছে. কি ভাবে এ ধরনের ঘৃণা এক গর্ভবতী মহিলার জন্য প্রাণঘাতী হতে পারে: | …另一位爱滋孕妇则获得实习助产士帮助,不过婴儿出生后仍不幸夭折,其他助产士同样害怕受到感染… |
29 | পয়েন্ট- নোয়ারে এক এইচআইভি আক্রান্ত মহিলা হাসপাতালে সন্তান জন্মদানের সময় সন্তানকে হারান (বাচ্চা মারা যায়), কারণ কোন ধাত্রী, এই মহিলাকে স্পর্শ করতে চাইছিল না। | |
30 | পিএমটিসিটি [প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড বা মা থেকে সন্তানের মধ্যে যাতে এইচআইভি প্রবেশ না করে তার জন্যে কাজ] চিকিৎসা গ্রহণ করার পর, অনেকেই সমাজ পরিত্যক্ত হয়েছেন…. | |
31 | আরেকজন এইচআইভি আক্রান্ত গর্ভবতী মহিলা প্রশিক্ষণ নিচ্ছে এমন এক ধাত্রীর কারণে প্রাণে বেঁচে যায়, কিন্তু তার সন্তানটি মারা যায়; এই ঘটনার সময়ও ধাত্রী ভয় পেয়েছিল, তাকেও এই রোগ ধরে কিনা। | |
32 | সে সমস্ত মেয়ের এইচআইভিতে আক্রান্ত হয় তাদের জীবনে…. বাতিল, অনীহা এবং পরিত্যাগ এই বিষয়গুলো চলতে থাকে। | …爱滋妇女受到拒绝、排斥与遗弃的故事仍在发生。 |
33 | এই পোস্ট উপেক্ষা এবং বৈষম্যের এক গল্প জানাচ্ছে: | 另一篇文章记录无知与歧视的故事: |
34 | কঙ্গোর, পয়েন্ট-নোয়ারে এক এইচআইভি পজেটিভ বিবাহিত পুরুষ ও পিতাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, যখন পুলিশ জানতে পারে সে এইচআইভিতে আক্রান্ত। | |
35 | তার গল্পের গভীরে যে মানে রয়েছে অবশ্যই তা বিশ্লেষণ করা উচিত […]। তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ মনে করেছিল সে অন্য কয়েদীদের এই রোগে আক্রান্ত করতে পারে। | 刚果警方因为得知犯人感染爱滋病,便释放这位已婚男子,我们必须深入分析此事的意涵,[…]警方因为害怕其他囚犯受感染而释放他。 |
36 | এই প্রকল্পে এইচআইভি/এইডসের বিরুদ্ধে ঘৃণা রোধ এবং সচেতনতা বৃদ্ধির লড়াইয়ে কমিউনিটি রেডিওর ব্যবহার করা হচ্ছে। | |
37 | আমরা প্রায়শই শুনি যে বাবা মা এইচআইভি পজেটিভ সন্তানের উপর টাকা খরচ করতে চান না। | 这项计划也运用社区电台,洗刷爱滋污名与提升相关社会意识: |
38 | যেহেতু ব্যক্তিটি নিশ্চিত মারা যাবে, কাজেই তার উপর টাকা খরচ করার কোন মানে নেই, এভাবে সমস্ত বিষয় বিবেচনা করা হয়। এই রেডিও অনুষ্ঠান এসব কারণে বাবা মাকে শিক্ষিত করার লক্ষ্যে পরিচালিত হয়। | 我们常听到家长不希望花钱在爱滋病患身上,因为人们认为他们「快将死亡」,不需要再浪费时间,这些广播节目希望教育这些家庭,感染爱滋病并非罪恶,人人都应获得关爱,也应支持爱滋病患。 |
39 | অনুষ্ঠানে এই তথ্য উপস্থাপন করা হয় যে, শরীরে এইচআইভি রোগ নিয়ে বাস করা কোন অপরাধ নয়। সকলকেই ভালোবাসা উচিত। | 乌克兰 |
40 | যে সমস্ত লোক এইচআইভি নিয়ে বাস করছে তাদের প্রতি একতা প্রদর্শন করা উচিত। ইউক্রেইন | 乌克兰据估计约有32. |
41 | ইউক্রেইনে এক হিসেবে দেখা গেছে ৩২৩,০০০-৪২৫,০০ জন ইন্জেকশনের মাধ্যমে ওষুধ গ্রহণ করা ব্যক্তি রয়েছে। | |
42 | ইউরোপের মধ্যে এই দেশটিতে এইডস রোগ দ্রুত গতিতে বাড়তে থাকা এক অন্যতম মহামারী হিসেবে চিহ্নিত হয়েছে। | |
43 | ইউক্রেইনের মাদক ব্যবহারকারী ও এইচআইভি আক্রান্তদের জন্য পাভেল কুটসেভ এক নিরাময় কেন্দ্র বা ড্রপ ইন সেন্টার স্থাপন করেছেন। তিনি ইউক্রেইনের রাজধানী কিয়েভে অবস্থিত এই ক্ষতি কমানো কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা তার ব্লগের পোস্ট, ছবি, পডকাস্ট ও অনলাইন ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন। | 3万至42.5万名注射式毒品使用者,爱滋病感染速度在欧洲超越许多国家,当地Drop-in-Center这个基金会即为毒瘾者及爱滋病患成立,其中成员Pavel Kutsev运用博客、照片、网络广播及网络影片,分享自己在乌克兰首都一间损害控管中心工作的经验。 |
44 | ড্রপ ইন সেন্টার বা নিরাময় কেন্দ্র। ছবি ড্রপ ইন সেন্টারের সৌজন্যে/ রাইজিং ভয়েসেসের সৌজন্যে। | Drop-in-Center成员照片由该组织提供 |
45 | পাভেল বিকল্প চিকিৎসা পদ্ধতির পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন: | 他主张采用替代性治疗法: |
46 | এইচআইভি/এইডস মহামারী রোধ করার জন্য বিকল্প পদ্ধতি অন্যতম এক কার্যকর পদ্ধতি এবং এটি বৈধ। বার্তাটি আমরা সমাজের কাছে পৌঁছে দেব। | 替代性治疗法对防堵爱滋病传播相当有效,也合乎法律规定,我们应向社会大众说明此事,若能成功,我们便能大幅改善毒瘾者及爱滋病患的生活。 |
47 | যদি আমরা সফল হই, তাহলে যারা এইচআইভি আক্রান্ত এবং মাদকাসক্ত, আমরা তাদের জীবন উন্নত করতে পারব। | 校对:Portnoy |