# | ben | zhs |
---|
1 | নেপাল: ব্যর্থ অভ্যুত্থান? | 尼泊尔:政变企图未果? |
2 | বিরোধ গত বছর শুরু হয়েছিল যখন নেপালের রাজনীতিবিদরা ভূতপূর্ব মাওবাদি গেরিলাদের দেশের জাতীয় সেনাবাহিনীতে একত্মীকরন নিয়ে বির্তক শুরু করে , যারা জনপ্রিয়ভাবে পরিচিত পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) হিসেবে। | 尼泊尔政治人物自去年开始讨论,如何将前毛派游击队并入政府军后,争议便陆续涌现,外界认为此举将影响政府军结构与稳定。 |
3 | তখন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এই প্রক্রিয়া জাতীয় সেনাবাহিনীর কাঠামো ও স্থায়ীত্বকে আঘাত করতে পারে। | ABC博客的Dr. |
4 | ২০০৯ সালের জানুয়ারি মাসে এবিসির ড: দিভাস প্রতিরক্ষা মন্ত্রী রাম বাহাদুর থাপা বাদল আর জাতীয় বাহিনী প্রধান রুক্মাঙ্গুদ কাতোয়াল এর মধ্যে একটা বিরোধের ব্যাপারে জানিয়েছিলেন: | Divas于2009年元月指出,国防部长Ram Bahadur Thapa Badal与政府军将领卡达瓦(Rookmangud Katwal)意见分歧: |
5 | বাদল আর কাতোয়াল মুখোমুখি হচ্ছেন যে জাতীয় সেনাবাহিনীতে নতুন নিয়োগ চলতে থাকবে কিনা খালি পদ পূরণের জন্য। | 两人无法决定是否让政府军继续召募新兵填补空缺,国防部长指控军方拒绝接受命令,企图操控民选政府,军事将领卡达瓦则对毛派打算由政党控制军队不以为然。 |
6 | বাদল যদিও সেনাবাহিনীকে অভিযুক্ত করেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কথা না শুনে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টার জন্য, কাতোয়াল একগুঁয়ে হয়ে আছেন জাতীয় সেনাকে মাওবাদী দলের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা থেকে রক্ষা করার জন্যে। | |
7 | কাতোয়াল মাওবাদীদের সাধারনভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অকৃতজ্ঞ হতে দেখছেন আর মাওবাদীরা কাতোয়ালকে তাদের লক্ষ্য পূরনের পথে বড় বাধা হিসাবে দেখছে। | 卡达瓦认为毛派对政府军未抱持感恩之心,毛派则视卡达瓦为落实政策最大阻碍,之后情况不断恶化,Dr. |
8 | তারপর থেকে পরিস্থিতি খারাপ হয়েছে। | Divas于4月23日更新同一篇文章时指出: |
9 | একই পোস্টে ড: দিভাস পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ জানাচ্ছেন: দুই দিন আগে (প্রধানমন্ত্রী) প্রাচান্ডা জেনারেল কাতোয়ালের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রাণলয়ের একটা সিদ্ধান্ত সমর্থন করেছিলেন। | 总理普拉昌达(Prachanda)于两天前支持国防部的决定,调查卡达瓦将军是否藐视政府募兵命令,以及开除八名资深军事将领。 |
10 | কাতোয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আটজন সিনিয়র সেনা জেনারেলের নিয়োগ আর বরখাস্তের ব্যাপারে সরকারী নির্দেশনার অবজ্ঞা করেছেন। নিলস নেপাল এর ফলশ্রুতি নিয়ে সাবধান করেছেন: | Neil's Nepal警告可能后果: |
11 | সেনারা খোলামেলাভাবে বেসামরিক নিয়ন্ত্রণ অবজ্ঞা করছে… শুধু তাই না, মূল বিরোধী দল সেনাকে তাদের লাগাতার বিরোধীতায় সমর্থন করছে, আর মাওবাদিরা সম্ভবত এখন জনপ্রিয়তার শীর্ষে নেই। এখন যখন মাওবাদিরা সেনা প্রধানকে ব্যাখ্যা প্রদানের জন্য ডাকছেন এটা তাকে চাকুরিচ্যুত করার প্রাথমিক ধাপ হতে পারে। | 军方明显违反文人政府原则,[…]不仅如此,主要在野党仍支持军方作为,毛派的支持率也在下滑,如今毛派人士要求调查军事将领,这可能是开除他的第一步,各种传统迹象都可能导致军事政变,由于几年前才发生政变,情况格外令人忧心。 |
12 | তাই সকল ঐতিহ্যগত নিয়ামক এক আসন্ন সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে। | 不过他也解释为何政变不会发生: |
13 | এটা খুবই চিন্তার বিষয় এই প্রেক্ষিতে যে শেষ সেনা অভ্যুত্থান মাত্র চার বছর আগে হয়েছিল। কিন্তু এই ব্লগার যুক্তি দেখিয়েছেন যে অভ্যুত্থান কেন হবে না: | 毛派份子的势力并未消退,游击队仍然效忠毛派领导,军方将领明白若利用某些藉口推翻民选政府,将会面临组织极为完整的街头抗争活动,尤其毛派如今集结于都会区,且好战心态强烈,在这种情况下,政府军将立即面对超过18000名的强大游击队。 |
14 | পিএলএ এখনো ক্যান্টনমেন্টে বসে আছে, এদের এখনো অস্ত্র আছে, আর এরা এখনো মাওবাদীদের নেতৃত্বের প্রতি বিশ্বস্ত। সেনা প্রধান জানেন যে তিনি যদি কোন অজুহাতে নির্বাচিত সরকারকে বরখাস্ত করতে পারেন, তাকে শুধু খুব সংঘবদ্ধ একটা পথ বিক্ষোভের/ শহুরে জাগরনেরই সম্মুখীন হতে হবে না (এমন একটা দলের সদস্যদের কাছ থেকে যারা শহুরে এলাকায় গ্রথিত আর খুবই জঙ্গী)। | United We Blog! for a Democratic Nepal于4月24日指出,「政府军有些将领计划发动『软革命』,以对付毛派打算开除卡达瓦将军的计划」;Dr. |
15 | তাকে সাথে সাথে নিজের বাহিনীকে গোলযোগ স্থানে পাঠাতে হবে (যারা খুব রাজী নাও থাকতে পারে) ১৮০০০ শক্তিশালী, উচ্চ উদ্বুদ্ধ গেরিলা বাহিনীর (পিএলএর) বিরুদ্ধে। | |
16 | ইউনাইটেড উই ব্লগ! ফর আ ডেমোক্রাটিক নেপাল আজকে জানিয়েছে যে ‘সেনা প্রধান রুক্মাঙ্গুদ কাতোয়ালের বরখাস্তের মাওবাদিদের পরিকল্পনা বাতিলের জন্য নেপাল সেনাবাহিনীর কিছু জেনারেল পরিকল্পনা করেছেন ‘রক্তপাতহীন একটি অভ্যুত্থানের'। | Divas也提到,Katwal将军想「在印度政府支持下,仿照孟加拉的总统执政模式」。 eKantipur.com公布一份详细报告,显示毛派份子计划将19000名前游击队成员全数并入政府军,好几位游击队指挥官将获取高位。 |
17 | ডঃ দিভাস সর্বশেষ জানাচ্ছেন যে জেনারেল কাতোওয়াল নিয়মের মধ্যে কিছু করতে চেয়েছিলেন,”ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশের মত একটা তত্বাবধায়ক সরকারের শাষন”। | United We Blog! |
18 | ইকান্তিপুর. কম এ এ নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। | 亦转载军方声明严正驳斥,指称报告「充满想像与幻想」。 |
19 | এখানে দেখানো হয়েছে যে মাওবাদিরা চেয়েছিল জাতীয় সেনাবাহিনীতে পুরো ১৯০০০ ভুতপূর্ব গেরিলাদের (পিএলএ) একত্মীকরন আর বেশ কিছু পিএলএ কমান্ডারকে সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ দিতে। | |
20 | ইউনাইটেড উই ব্লগ! সেনাবাহিনীর প্রতিক্রিয়াও জানিয়েছেন যেখানে এইসব রিপোর্টকে “ কাল্পনিক আর ভ্রান্ত” হিসাবে অস্বীকার করা হয়েছে। | Neil's Nepal提及毛派份子的优势: |
21 | নিলস নেপাল মাওবাদিদের সুবিধার কথা বলেছেন: মাওবাদিরা তাদের রাস্তা খুঁজে পেয়েছেন তাদের নিজেদের বাহিনী গঠনের মাধ্যমে (অনেক কষ্ট করে) আর সরকারের ক্ষমতা ব্যবহারের একচেটিয়া অধিকার খর্ব করে। | 毛派不再辛苦地建立自己的军队,而是打破只有政府可运用武力的垄断情况,故至少在军事将领方面,军方无法对他们效忠,大概短期内也不会有什么进展。 |
22 | তাই তাদের সেনাবাহিনীর আনুগত্য নেই (অন্তত নেতৃস্থানীয়দের মধ্যে), তবে তারা হয়তো শীঘ্রই কোথাও যাচ্ছেন না। | 校对:dreamf |