# | ben | zhs |
---|
1 | চীন: নতুন আবিষ্কার করা হান অক্ষরগুলো | 中国:新创汉字 |
2 | সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যে তারা হান লেখনীকে ঠিক করার জন্য তাতে ৪৪ টি নতুন অক্ষর সংযোজন করেছে। | 最近中国政府教育部宣布了44个汉字的写法修正,这一修正其实无足轻重且显得多余,因此大多数网民批评教育部是在找麻烦。 |
3 | এই নতুন সংযোজন এতটাই অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন যে বেশীরভাগ নেটিজেন এই সমস্যা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছে। | 即便是新华社新闻也把这次修正描述为「整形」。 |
4 | এমনকি সিনহুয়া সংবাদপত্র এই ধরনের সংযোজনকে “প্লাস্টিক সার্জারি” বা “কৃত্রিম” বলে বর্ণনা করেছে। | 然而,教育部的声明反而引发许多人动手自创新汉字。 |
5 | তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই কাজে উৎসাহিত হয়ে অনেক নেটিজেন নিজেরাই নতুন হান অক্ষর সৃষ্টি করেছেন। | 许多新造字反应了网络文化与中国网民遇到的挫折。 |
6 | এইসব নতুন অক্ষর চীনের ইন্টারনেট সংস্কৃতি ও নেট নাগরিকদের হতাশাকে প্রতিফলিত করেছে। | 恶搞百科上从不同来源收集了3个新造的字。 |
7 | এগাওবেইক তিনটি আলাদা সূত্র থেকে তিনটি নতুন আবিষ্কার করা হান অক্ষর সংগ্রহ করেছেন। প্রথমটির উচ্চারণ “নান”। | 第一个的发音是「Nan」。 |
8 | 腦殘, এটি দু'টি হান অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে। যার মানে মাথা নষ্ট হয়ে যাওয়া। | 是由两个汉字组成:脑残,意味大脑有问题。 |
9 | ইন্টারনেটে এটি খুব প্রচলিত পদ বা টার্ম। | 这词在网络上常用来批评无法独立思考的愤青。 |
10 | দেশ প্রেমিক তরুণদের সমালোচনা করার জন্য এই পদটি ব্যবহার করা হয়। কারণ তারা স্বাধীন ভাবে চিন্তা করতে পারে না। | 第二个的发音是「Wao」,由「五毛」组成,意思就是五毛钱。 |
11 | দ্বিতীয়টির উচ্চারণ হচ্ছে “ওয়াও” যাকে অনেকটা 五毛 এভাবে লেখা হয়। | 指得是共产党政府付费请来的网评员,用来在网站跟论坛上塑造舆论。 |
12 | এর মানে হল ৫০ সেন্ট বা ৫০ পয়সা। প্রকৃতপক্ষে এর মানে একদল ধারাভাষ্যকার, যারা চীনের প্রধান সব ওয়েবসাইট ও ফোরামের মন্তব্যের মাধ্যমে সরকারী মতের প্রতিষ্ঠায় চেষ্টা করে, এবং এর জন্য সরকারের কাছ থেকে ৫০ সেন্ট করে সম্মানী পায়। | 最后一个字的发音是「Diang」,由「党中央」3个字拼成,意思是中国共产党委员会。 |
13 | সব শেষের অক্ষরটির নাম “ডিয়াং”যাকে অনেকটা 黨中央 এভাবে লেখা হয়, তিনটি অক্ষরে। | 这个新字的意思是绝不容质疑的政治正确。 |
14 | এর মানে হল চাইনিজ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। | 这番戏弄文字很明显是针对中国共产党统治的黑色幽默。 |
15 | এই নতুন শব্দ নির্দেশ করে দেশটির একমাত্র রাজনৈতিক দলের সিদ্ধান্ত এতটাই সঠিক যে, তা নিয়ে কোন প্রশ্ন তোলা যায় না। এটা বলা যায় যে এ ধরনের তিক্ত রসিকতা, আসলে চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) তীব্র দমন নীতির কারনে জন্ম নিয়েছে। | 事实上,许多推特使用者回报这第3个昨天才发明的新造字「Diang」已经被和谐了。 |
16 | ঘটনা হচ্ছে কিছু টুইটার রিপোর্ট করছে যে তৃতীয় চরিত্র “ডিয়াং” যা গতকাল আবিষ্কার করা হয়েছে, তাকে ইতোমধ্যে একটি ঐক্যতানে বাঁধা হয়ে গেছে। | 校对:Soup |