# | ben | zhs |
---|
1 | আজারবাইজান: স্কেয়ারি আজেরির সাথে একটি সাক্ষাৎকার | 阿塞拜疆:侨民博客访谈 |
2 | সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ককেশাসে ব্লগিং বেশ জনপ্রিয় হয়েছে যদিও সেদেশে ইন্টারনেটের ব্যবহার এখনো কম। | 近年来南高加索地区网络普及率虽然仍很低,但博客已逐渐蔚为风气,在许多情况下,传统媒体固守政治两极,只能由博客来填补缺口,当地三国皆有侨民在外,故也能在外地找到有关这三国的博客。 |
3 | অনেক ক্ষেত্রে, রাজনৈতিকভাবে ঝুঁকে পড়া গতানুগতিক মিডিয়া যেই শূন্যস্থান রেখে যাচ্ছে ব্লগ এসে তা পূর্ণ করছে। | 其中一个博客「郊区的可怕阿塞拜疆人」Scary Azeri in Suburbs里,以阿塞拜疆本地人与外国人接触及互动时的文化冲突为主题,作者自述表示: |
4 | দক্ষিণ ককেশাসের অন্তর্ভুক্ত তিন দেশের ব্লগ এলাকার বাইরেও ব্যপ্ত কারন প্রত্যেক দেশেরই প্রবাসী সক্রিয় ব্লগার আছে। | 我现年36岁,是位居住在郊区的母亲,我知道,世界上有许多由母亲经营的博客,那又如何? |
5 | এমনি একটা ব্লগ, স্কেয়ারি আজেরি ইন সাবার্বস, সাংস্কৃতিক সংঘাতের ব্যাপারটা তুলে ধরেছে যা স্থানীয় আর বিদেশীদের মধ্যে সাক্ষাৎে বা যোগাযোগে উন্মোচিত হয়: | 我也想写博客,我不是个只因无聊 才 写博客的郊区母亲,我是个身处在英国郊区的可怕阿塞拜疆母亲,若各位听不懂,就请继续读下去,就能明白我的东欧风格,并瞭解从后苏联伊斯兰共和国来到富 裕伦敦近郊城镇,究竟会为个人世界带来多大转变。 |
6 | আমি ৩৬ বছরের একজন মা, শহরতলীতে থাকি। হ্যঁ, আমি জানি। | 她毫不掩饰尖酸笔触,但总带着幽默,对高加索地区有兴趣者很快就注意到这个博客,文章也时常转载于阿塞拜疆当地媒体,今日全球之声便访问Scary Azeri博客作者,聊聊关于博客、Twitter、文化冲突等话题。 |
7 | মাদের লেখা অনেক ব্লগ আছে। | 虽然博客名为「可怕阿塞拜疆人」,但其实作者一点也不可怕。 |
8 | তাতে কি? আমিও একটা ব্লগ চাই। | @onewmphoto 即将接受全球之声访问,可怕阿塞拜疆人也很害怕! |
9 | আমি যে কোন শহরতলীর মা না যে কিছু না করতে পেরে ব্লগ করতে চায়। আমি যুক্তরাজ্যের এক শহরতলীতে বসবাসরত এক ভীতিকর আজেরি মা। | 博客网址为http://scaryazeri.blogspot.com/,她的Twitter帐号则是http://www.twitter.com/scaryazeri。 |
10 | যদি আপনার কোন ধারণা না থাকে যে আমি কি বোঝাতে চাচ্ছি, পড়ে যান। | 共15分钟的访谈内容可以在线聆听,亦可下载。 |
11 | আমি আমার চিরাচরিত পূর্ব ইউরোপীয় ধরনে আপনাদেরকে বোঝাতে চাইব আর ব্যাখ্যা করব যে কেমন হবে আপনার পৃথিবী পাল্টাতে- অদ্ভুত সোভিয়েত-উত্তর মুসলিম প্রজাতন্ত্র থেকে লন্ডনের কাছের একটা ধনী শহরতলীতে যাওয়ার মাধ্যমে। | |
12 | লজ্জাহীনভাবে ঠোঁটকাটা, কিন্তু সব সময়ে মজার, এই ব্লগ দ্রুত জনপ্রিয় হয়েছে দক্ষিণ ককেশাস এলাকা সম্পর্কে আগ্রহীদের কাছে আর স্থানীয় মিডিয়া দ্বারা তার পোস্ট আবারো পুন:মুদ্রিত হয়েছে আজারবাইজান ভাষায়। | |
13 | গ্লোবাল ভয়েসেস অনলাইন স্কেয়ারি আজেরির সাক্ষাৎকার নিয়েছে ব্লগিং, টুইটিং, সাংস্কৃতিক সংঘাত, দানব আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। | |
14 | ঘটনাক্রমে, তার এমন নাম সত্ত্বেও গ্লোবাল ভয়েসেস অনলাইন স্কেয়ারি আজেরিকে আর যাই হোক না কেন ভীতিকর ভাবে না: | Podcast:在线聆听 | 下载 |
15 | গ্লোবাল ভয়েসেস অনলাইনকে সাক্ষাৎকার দিতে যাচ্ছে, তাই ভীতিকর আজেরী ভয় পাচ্ছে | 校对:Soup |
16 | স্কেয়ারি আজারি ইন সাবার্ব আছে http://scaryazeri.blogspot.com এই ঠিকানায় আর টুইটারেও এটাকে অনুসরণ করা যায় http://www.twitter.com/scaryazeri । পডকাস্ট সাক্ষাৎকার অনলাইনে শোনা যাবে বা নীচে ডাউনলোড করা যাবে। | http://globalvoicesonline.org/wp-content/uploads/2009/07/scary_azeri_interview.mp3 |
17 | http://globalvoicesonline.org/wp-content/uploads/2009/07/scary_azeri_interview.mp3 Podcast: Play in new window | Download | Podcast: Play in new window | Download |