# | ben | zhs |
---|
1 | এশিয়া: মাদক ব্যবহার আর ডিটেনশন সেন্টারের উপরে ভিডিও | 影片:亚洲毒品勒戒问题种种 |
2 | image from HCLU video মাদকের অপব্যবহার প্রতিরোধে ডিটেনশন সেন্টার এশিয়াতে এখন সবার চোখে পড়েছে। | 图片来自「匈牙利公民自由联盟」影片 |
3 | যদিও কিছু এশিয়ান মাদক সেবী নিজে থেকে এখানে যান তাদের অভ্যাস থেকে মুক্ত হতে, কিছু স্থানে এই সকল কেন্দ্র নিয়মিত মানবাধিকার নির্যাতনের আখড়ায় পরিণত হয়েছে যেখানে বসতিহীন রাস্তায় থাকা মানুষদের আটক করে রাখা হয় কোন পছন্দের সুযোগ না দিয়ে। তাদেরকে অত্যাচার করা হয়, ধর্ষন করা হয়, বিনামূল্যে কাজ করতে বাধ্য করা হয় আর ন্যুনতম আরাম থেকে বঞ্চিত করা হয়। | 亚洲毒品勒戒所虐待问题最近成为焦点,虽然有些具毒瘾者自愿戒除吸毒习惯,但在部分地区,却因此出现众多侵害人权现象,例如强迫囚禁、虐待、强暴、被迫无酬劳动、失去基本服务。 |
4 | হাঙ্গেরিয়ান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এইচসিএলইউ) প্রকাশ করেছে “চিকিৎসার নামে অত্যাচার” নামে নতুন একটি ভিডিও যেখানে এশিয়া কোন বাধ্যতামূলক ডিটেনশন সেন্টারে পাঠানো মানুষের পরিস্থিতি দেখানো হয়েছে। কাউকে পরিবার থেকে পাঠানো হয় বা কেউ নিজে যায় সেখানে তার মাদক গ্রহণের অভ্যাস থেকে বের হওয়ার জন্য, কিন্তু অন্য কিছু স্থানে, মিলিটারি পুলিশ নিয়মিত একত্র করে যাদেরকে তারা ‘আলাদা' মনে করেন। | 「匈牙利公民自由联盟」推出影片名为「治疗之名、虐待之实」,呈现亚洲民众进入强制毒品勒戒所后的处境,他们是自动参加,或是由家人送至勒戒所,但在其他情况中,宪兵不时会将「不正常人物」送入勒戒,包括街童、性工作者、吸毒者都在非自愿心态下接受勒戒,更糟糕的是,有些勒戒所经费来自西方政府。 |
5 | তাই পথ শিশু, যৌন কর্মী আর মাদক গ্রহণকারীদের এইসব ক্যাম্পে পাঠানো হয় আপিলের কোন সুযোগ রহিত করে। | 该联盟呼吁观众采取行动: |
6 | তাদের প্রতি আঘাতের সাথে অপমান যুক্ত করে এই ব্যাপারটি যে কিছু ক্যাম্প পশ্চিমা সরকারের প্রদত্ত অর্থে তৈরি করা হয়েছে, তাই এইচসিএলইউ ভিডিওর দর্শকদের কাজে নামতে আহ্বান জানিয়েছে: এদের মধ্যে কোহ কোর নামে একটি সেন্টার বন্ধ ছিল মানবাধিকার সংস্থার অভিযোগের কারণে কিন্তু এখনও অনেকগুলো খোলা আছে। | Koh Kor这间勒戒中心因人权倡议压力而关闭,但还有许多相似组织仍在运作,匈牙利公民自由联盟与众多国际组织合作,如联合国爱滋病规划署、联合国毒品与犯罪 问题办事等,一同呼吁关闭这些勒戒单位,希望观众看过这段新影片后,更多人会加入我们,共同向这些政府施压,停止以毒品戒治为名的虐待行为。 |
7 | এইচসিএলইউ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএনএইডস বা ইউএনওডিসি এইসব ক্যাম্প বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা আশা করছি আমাদের নতুন চলচ্চিত্র দেখার পরে মানুষ আমাদের সাথে মিলে এইসব সরকারের উপরে চাপ প্রদান করবে মাদক চিকিৎসার নামে অত্যাচার বন্ধের জন্যে। | Current TV的Vanguard推出系列影片,关注各种主题,包括毒品成瘾、柬埔寨冰毒制造与使用,以及另类治疗中心Korsang,希望取代会虐待成员的公营勒戒所。 |
8 | কারেন্ট টিভির ভ্যানগার্ড ওয়েবে কিছু পর্ব প্রকাশ করেছে যা ক্যাম্বোডিয়ায় মাদকাসক্তি এবং মেথ তৈরি আর গ্রহণ নিয়ে আলোচনা করেছে। | 柬埔寨Puthisastra大学学生为UPSTV制作上下集影片,观察年轻人为何最初会接触毒品: |
9 | এই নির্মাতারা কোরসাং এ গিয়েছিল মাদক ঝুঁকি কমানোর একটা সেন্টার দেখতে যা স্থাপন করা হয়েছে সরকার পরিচালিত মাদক ডিটেনশন সেন্টারে যে অত্যাচার করা হয় তার বিকল্প হিসাবে। | 在下集影片尾声,Kosal服完五年有期徒刑后更生,愿意悔改并重新开始,有毒瘾者进入勒戒所后,理应有所改善,而不该盼望奇迹。 |
10 | ক্যাম্বোডিয়াতেও, পুথিশাস্ত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুই পর্বের একটি ভিডিও বানিয়েছেন ইউপিএস টিভির জন্য যেখানে তাদের দৃষ্টিভঙ্গিতে বলছেন যে তরুণরা কেন মাদকাসক্ত হন: দ্বিতীয় পর্বের শেষে, কোসাল তার ৫ বছর জেলের সাজা শেষে পরিবর্তিত মানুষ হিসাবে ফিরে আসেন, তার ভুল ঠিক করে নতুন ভাবে শুরু করতে আগ্রহী হয়ে। | 若有意进一步瞭解亚洲勒戒所里的虐待现象,可阅读「人权观察」组织的相关报告:「黑暗无止尽」、「固若金汤的循环」(有关中国)、「电缆上之肤」(有关柬埔寨)。 |
11 | একজন মাদকাসক্তকে কেমন স্থানে পাঠানো উচিত যেখানে আসলেই ভালো হতে পারে বাস্তবে পরিণত হতে পারে এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গী বর্ণনা করেছে; কারণ এর জন্য কোন আশ্চর্য কিছু লাগে না। | 校对:Soup |
12 | এশিয়ার ডিটেনশন সেন্টারে ঘটে যাওয়া মানবাধিকার অত্যাচার সম্পর্কে আরো জানতে আপনারা মাদক রিহাব সেন্টারের উপরে হিউমান রাইটস ওয়াচ এর রিপোর্টগুলো পড়তে পারেন: যেমন হোয়্যার ডার্কনেস নোজ নো লিমিটস (যেখানে অতল আধার), চীনের অ্যান আনব্রেকেবল সাইকেল (একটি দুষ্টচক্র) এবং ক্যাম্বোডিয়াতে স্কিন অন দ্যা ওয়াইয়ার (শরীরে কাঁটাতারের আঘাত)। | |