Sentence alignment for gv-ben-20090105-1531.xml (html) - gv-zhs-20081129-1538.xml (html)

#benzhs
1নিকারাগুয়া: সমন্বয়ের মাধ্যমে বেড়ে ওঠা ব্লগের জগৎ尼加拉瓜:合作推广博客
2নীচে একটি ই-মেইল সাক্ষাৎকার রয়েছে আল্ভারো বেরোটেরানের সাথে যিনি নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি নিকারাগুয়ার ব্লগ জগৎের নতুন আর পুরোনো ব্লগগুলোকে তুলে ধরছেন।以下是与Alvaro Berroteran的电子邮件访谈,他成立Nicaragua Y Su Blog博客,推广来自尼加拉瓜的博客,他现居格拉纳达(Granada),目前以网络设计为业,也是个画家,透过Twitter等web2.
3বেরোটেরান গ্রানাডা শহরে থাকেন আর এখন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন, কিন্তু পেশাগতভাবে তিনি একজন অঙ্কনশিল্পী। সম্প্রতি ওয়েব ২.0工具串连尼加拉瓜博客圈成员,共同推出名为Blog Nicaragua[西班牙文]的新计划。
4০ টুল যেমন টুইটার এর মাধ্যমে বেরোটেররান নিকারাগুয়ার ব্লগের জগৎের অন্যান্যদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন ব্লগস নিকারাগুয়া নামে নতুন একটা প্রকল্প শুরু করতে।
5গ্লোবাল ভয়েসেস: কবে নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু হয়?全球之声(以下简称问):Nicaragua Y Su Blog起自何时?
6আল্ভারো বেরোটেরান: প্রায় এক বছর আগে, আমি নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু করি নিকারাগুয়ার ব্লগগুলোকে তুলে ধরার ইচ্ছা নিয়ে।
7আমি খুঁজে দেখেছি যে নিকারাগুয়ান কোন ব্লগ ডিরেক্টরী নেই, যদিও আমাদের পাশ্ববর্তী দেশগুলোর আছে। আমার নিজেকে একটু পৃথক, একা মনে হলো, আর ব্লগের জগত সম্পর্কে বেশী কিছু জানতাম না।Alvaro Berroteran(以下简称答):大约一年前,我成立这个博客,希望推广尼加拉瓜的博客,我搜寻后发现,网络上并没有尼加拉瓜博客汇集站,但邻国均各自有这项服务,我感到有些孤独与孤立,也对博客圈认识不多,我记得有句话说「路是靠自己走出来」,Nicaragua Y Su Blog因此诞生。
8আমার ওই কথাটা মনে আছে, ”পথিক, কোন রাস্তা নেই, নিজে হেঁটে রাস্তা তৈরি করতে হয়।”
9আর তাই নিকারাগুয়া ওয়াই সু ব্লগের জন্ম হয়।问:还记得一开始读到什么博客吗?
10জিভি: প্রথম দিকের কোন কোন ব্লগ পড়ার কথা আপনার মনে আছে? এবি: আমি ৫টা ব্লগ দিয়ে শুরু করি, যার মধ্যে সারগিও সিম্পন্সনের ব্লগটি বেশ জনপ্রিয় ছিল।答:起初共有五个博客,包括Sergio Simpson较成功的博客,我后来尝试加入所有与尼加拉瓜有关的博客,试图建立一个尼加拉瓜博客社群,知名博客也很认同这个想法,感谢Byron Corrales的协助,让人们可以连结到这个博客,并成为社群一员,也让我们知道其它人的存在,而自己并不孤单。
11নিকারাগুয়ান ব্লগ ক্যাটেগরীর মধ্যে আমি নিকারাগুয়ার সাথে সম্পৃক্ত সকল ব্লগকে যোগ করা শুরু করি।
12নিকারাগুয়ান ব্লগ কমিউনিটি শুরু করার জন্যে আমার প্রচেষ্টা বেশ ভালোভাবে গ্রহণ করে প্রসিদ্ধ ব্লগাররা।
13বায়রোন কোরালাসকে ধন্যবাদ, যে কেউ এই ব্লগে লিঙ্ক করতে পারে আর এই কমিউনিটির অংশ হতে পারে, যাতে আমরা জানতে পারি যে নতুন ব্লগারের অস্তিত্ব আছে আর তারা যেন একা বোধ না করে।
14জিভি: নিকারাগুয়ান ব্লগ কমিউনিটির নিজেদের সাথে সম্পর্ক কেমন?问:尼加拉瓜博客社群内的关系如何?
15এবি: কয়েক মাস আগে, আমি আমার টুইটার অ্যাকাউন্ট পুন: চালু করেছি আর তখন আমি বুঝিনি যে এর মানে হবে যে নিকারাগুয়ার ব্লগগুলো আরো শক্তিশালী হবে।
16এখানে আমি রড্রিগো পেনাল্বা, জুয়ান অর্তেগা, এডলফো ফিতোরিয়া, এলি হেরিরা, ইগোর আর অন্যান্যদের মতো মানুষকে পেয়েছি যারা আমার স্বপ্নকে সত্যি করতে হাত মেলাতে রাজী ছিল।
17স্বপ্নটি হল নিকারাগুয়ান ব্লগ কমিউনিটিকে সংগঠিত করে সবার কাছে তুলে ধরা ও প্রচার করা। দেড় বছরের মধ্যে, আমার ব্লগ বেশ কিছু চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু কিছু বিশাল সফলতার মুহুর্তও কাটিয়েছে।答:几个月前,我重新开始使用Twitter,但当时不清楚这代表尼加拉瓜博客会茁壮,我在网站上找到Rodrigo Peñalba、Juan Ortega、Adolfo Fitoria、Elie Herrera、Igor等人,他们都有兴趣帮助我的美梦成真,推广并建立尼国博客社群。
18হেরে যাওয়া একটা যুদ্ধ হলো নিকারাগুয়ানদের একটা বিনামূল্যের সাইট দেয়া ব্লগ হোস্ট করার জন্য। এর একটা উদাহরন হলো ব্লগ্নিকা.过去一年半中,我的博客起起伏伏,但也有相当令人满意的时刻,也有失败经验,例如尝试提供尼加拉瓜民众免费博客虚拟主机,blognica.com就是一例,我希望未来还有机会再尝试;另一个成就感来自于和其它尼国博客合作,在各自博客上分享经验,并用blogring相互连结。
19কম। আমি আবার চেষ্টা করার আশা রাখি।问:尼加拉瓜博客圈有何未来计划?
20একটা সফলতা হলো কিছু নিকারাগুয়ান ব্লগারদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি, যারা তাদের অভিজ্ঞতার কথা তাদের ব্লগে বলে।
21এই উদ্যোগের প্রতি সমর্থন দেখা যায় একে অপরের সাথে একটা ব্লগ রিং এ যুক্ত হওয়া দেখে। জিভি: নিকারাগুয়ান ব্লগ জগৎের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি?答:我们现在比过往更团结,为社群成立Facebook群组,也感谢Juan Ortega帮我们设立Twitter账号,但还有很多事未做,拜Igor之赐,现在想了解尼加拉瓜博客圈动态,都可以到Blogs Nicaragua浏览。
22এবি: এখন আমরা আগের থেকেও বেশী সুগঠিত।校对:Soup
23নিকারাগুয়ান ব্লগ কমিউনিটির জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি আর আমরা টুইটারেও আছি জুয়ান অর্তেগার কাজকে ধন্যবাদ এর জন্য।
24কিন্তু এখনো অনেক কিছু করার আছে, আর ইগোরকে ধন্যবাদ, সব নিকারাগুয়ান আর বাকি পৃথিবী জানতে পারবে নিকারাগুয়ার ব্লগ জগতে কি হচ্ছে ব্লগস নিকারাগুয়াতে গেলেই।