Sentence alignment for gv-ben-20080719-1069.xml (html) - gv-zhs-20080718-1210.xml (html)

#benzhs
1গ্লোবাল ভয়েসেস তাদের নতুন নির্বাহী পরিচালক আইভান সিগালকে পরিচয় করিয়ে দিচ্ছে全球之声欢迎Ivan Sigal就任执行长
2আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে আইভান সিগাল গ্লোবাল ভয়েসেসের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন। আইভান ইউএস ইনস্টিটিউট অফ পিস এ কার্যরত ছিলেন যেখানে বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোর নাগরিক সাংবাদিকতা সম্পর্কে গবেষণা করছিলেন।全球之声很荣幸在此宣布,Ivan Sigal正式加入全球之声担任执行长,他先前任职US Institute of Peace,研究全球冲突频仍地区的公民媒体,也曾为国际媒体发展组织Internews工作数年,参与有关前苏联的各项计划,身兼中亚暨阿富汗区域编辑、亚洲区域编辑,亦涉入拉丁美洲与加勒比海地区之发展。
3এই সংস্থার পূর্বে বেশ কয়েক বছর তিনি ইন্টারনিউজ এ কাজ করেছেন, যা একটি আন্তর্জাতিক মিডিয়া উন্নয়ন সংস্থা।Ivan Sigal与Georgia Popplewell,全球之声理事会成员伊藤穰一摄于2008全球之声布达佩斯会议
4সেখানে তিনি পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন, মধ্য এশিয়া এবং আফঘানিস্তান অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন, এশিয়া অঞ্চলের পরিচালক ছিলেন এবং পাশাপাশি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের (মিডিয়ার) উন্নয়নের উপর কাজ করেছেন।
5আইভান সিগাল ও জর্জিয়া পপলওয়েল - গত বুদাপেস্ট গ্লোবাল ভয়েসেস ২০০৮ সামিটে উভয়ের ছবি তুলেছেন বোর্ডের সদস্য জোই ইতো।
6গ্লোবাল ভয়েসেস গত এক বছর ধরে একজন উপযুক্ত নির্বাহী পরিচালক খুঁজছিল যার হাতে এর ব্যবস্থাপনার দায়িত্ব উদ্যোক্তাদ্বয় রেবেকা ম্যাকিনন এবং ইথান জুকারম্যান স্থানান্তর করবেন।
7গত ফেব্রুয়ারীতে আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জর্জিয়া পপলওয়েলকে আমরা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছিলাম, যিনি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিদিনের কাজগুলো পরিচালনা করেন।
8আইভান জর্জিয়ার সাথে কাছে থেকে কাজ করবেন এবং এই প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো করবেন, পার্টনারশিপ, অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানটিকে আরও সংহত করবেন। আমরা আনন্দিত এমন একজনের সাথে কাজ করার জন্যে যে সিটিজেন মিডিয়ার সম্ভাবনা সম্পর্কে খুবই আবেগপ্রবণ এবং বিশ্বের মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান রাখে।全球之声过去一年不断寻找执行长人选,以接手创办人Rebecca MacKinnon与Ethan Zuckerman的管理职务,今年二月,原总编辑Georgia Popplewell升任总监,管理全球之声日常运作,未来Ivan与Georgia将密切合作,规画全球之声的长期策略、伙伴关系、募款与组织永续等。
9আইভান একজন পুরস্কার-প্রাপ্ত ফটোগ্রাফার এবং বর্তমানে মধ্য এশিয়া সম্পর্কে একটি বই লিখছেন।Ivan长期对公民媒体潜力充满热情,对全球媒体环境所知甚深,全球之声非常荣幸获得Ivan Sigal协助。
10বুদাপেস্টে আমাদের সাম্প্রতিক সামিটে তার ফটোগ্রাফী ওয়ার্কশপটি ব্লগারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। ইভান ব্লগ করেন ইভোনোটসে এবং আমরা পড়ার প্রতীক্ষায় আছি আগামী আগষ্টের মাঝামাঝি সময় থেকে শুরু তার নতুন দায়িত্ব সম্পর্কে তার কি মন্তব্য রয়েছে।除此之外,Ivan的摄影作品获奖连连,目前正撰写有关中亚的专书,在布达佩斯会议中,他主持的博客摄影讲座颇受好评与欢迎,他的个人博客为Ivonotes,也期待他自八月中正式就任后,会有更多关于新工作的记录。
11গ্লোবাল ভয়েসেসে স্বাগতম, ইভান - আমরা আপনাকে পেয়ে আনন্দিত।欢迎Ivan Sigal加入全球之声,荣幸与你同行。