# | ben | zhs |
---|
1 | মৌরিতানিয়া: নির্বাচনে কারচুপি? | 毛里塔尼亚:选举是否可信? |
2 | গত ১৮ই জুলাই জেনারেল মোহাম্মাদ ওউলদ আব্দেল আজিজ দ্বারা সংঘটিত সামরিক অভ্যুত্থানের ১১ মাস পরে মৌরিতানিয়া এই জেনারেলকে তাদের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে। | 11个月前,军事将领阿济兹将军(Mohamed Ould Abdel Aziz)于非洲国家毛里塔尼亚发动政变,6月18日该国举行总统大选,由将军获胜,英国广播公司报导,两位主要在野候选人均批评选举造假,浏览当地博客圈,确实有不少人意见相同。 |
3 | বিবিসির সংবাদ অনুসারে আব্দেল আজিজের মূল প্রতিপক্ষরা নির্বাচনকে বয়কট করেছেন একটি ‘ছলনা' বলে। | Maghreb Blog说明: |
4 | সাহেলিয়ান (মৌরিতানিয়ার) ব্লগে দ্রুত দৃষ্টি ঘোরালে দেখা যাবে যে প্রতিপক্ষরা সৎসঙ্গে আছেন। মাঘরেব ব্লগ প্রার্থীদের সম্পর্কে ব্যাখ্যা করেছেন: | 毛里塔尼亚民众前往投票所,参与这场重要的总统大选,领先者为前军政府领袖阿济兹,他的政见以民粹及反以色列为主,他承诺 要终结 贪腐,并建立良好治理制度。 |
5 | মৌরিতানিয়াবাসী আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন যেটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন হবে। প্রথম সারিতে আছেন অউলদ আব্দেল আজিজ, ভূতপূর্ব সামরিক প্রধান যিনি জনপ্রিয়তার উপরে ভর করে আর ইজরায়েল বিরোধী হয়ে লড়ছেন। | 根据近期民调,分居二、三位的候选人为达达(Ahmed Ould Dada)与布黑尔(Messaoud Ould Boulkheir),前者政见强调「正义、平等、宽容」的伦理与价值,后者拥护民主与人权理想,并支持工会。 |
6 | অউলদ আব্দেল আজিজ দূর্নীতি শেষ করার আর ভালো সরকারের নীতি প্রতিষ্ঠা করারও কথা দিয়েছেন। | 居住于美国的The Moor Next Door大胆指称有舞弊情况: |
7 | সাম্প্রতিক জনমত থেকে, জেনারেল ওউলদ আব্দেল আজিজের পরেই আছেন আহমেদ ওউলদ দাদা আর মেসৌদ অউলদ বোলখের। আগের জনের নির্বাচন অভিযানে জোর দেয়া হচ্ছে ‘বিচার, সামঞ্জস্য, সহনশীলতা' এর নৈতিকতা আর মূল্যের উপরে। | 达达与布黑尔的竞选阵营对结果都相当「震惊」,自投票结束后,计票数字都显示阿济兹囊括多数选票,例如Nouadhibou地区65个选区里,全都一面倒支持阿济兹,怎么会如此? |
8 | ওউলদ বোলখের গণতন্ত্র আর মানবাধিকারের ব্যাপারে তার নীতি জানিয়েছেন আর ট্রেড ইউনিয়নের জন্য তার সমর্থনের কথা দিয়েছেন। | 原因当然是舞弊,在野阵营的反应将决定未来发展。 |
9 | আমেরিকায় অবস্তিত দ্যা মুর নেক্সট ডোর সাহসের সাথে কারচুপির কথা বলেছেন: | 他也提醒: |
10 | ওউলদ দাদা আর বোলখের প্রচারণা করর্মীরা বেশ ‘আঘাতপ্রাপ্ত': নির্বাচন শেষ হওয়ার পরে যে বিচ্ছিন্ন ফলাফল আসছে সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল ওউলদ আব্দেল আজিজ বিপুল ভোটে এগিয়ে আছেন। | 阿济兹曾带领毛里塔尼亚走过三场运动:好政变(2005年)、否决政变(2008年)与宪法政变(2009年)。 |
11 | নুহাধিবাউতে, ওউলদ আব্দেল আজিজের পক্ষে ৬৫% ভোট দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে কি ভাবে? | 居住于美国、自称为非洲人的博客A Bombastic Element直言: |
12 | উত্তর: কারচুপি। এর প্রতিক্রিয়া এখন ঠিক করবে যে কাল আর সামনের দিনে কি হবে। | 阿济兹为了要参与此次选举,已交出权力成为平民,英国广播公司报导,他也将会卸下军职。 |
13 | এই ব্লগার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন: | 博客还在等待结果底定,居住于Nouakchott的艺术家运用素描,呈现Nouadhibou地区选举日当天情况: |
14 | জেনারেল ওউলদ আব্দেল আজিজ মৌরিতানিয়াকে তিনটা গুরুত্বপূর্ন প্রচারনায় নেতৃত্ব দিয়েছেন: ভালো সামরিক অভ্যুত্থান (২০০৫), প্রত্যাখ্যাত সামরিক অভ্যুত্থান (২০০৮) আর এখন সাংবিধানিক সামরিক অভ্যুত্থান (২০০৯)। | |
15 | আমেরিকাতে অবস্থিত আফ্রিকান ব্লগার আ বোম্বাস্টিক এলিমেন্ট যা সত্যি তাই বলতে বলেন: | 校对:Soup |
16 | বিবিসি জানিয়েছে যে অভ্যুত্থানের নেতা জেনারেল মোহাম্মাদ ওউলদ আব্দেল আজিজ, যিনি ক্ষমতা ছেড়ে সাধারন জনগণে পরিনত হন শনিবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য; পাকিস্তানের ‘মুশাররফের' মতো কাজ করে পার পাবেন। | |
17 | ব্লগাররা ফলাফল চূড়ান্ত হওয়ার জন্য যখন অপেক্ষা করছেন, নুয়াকচোটে অবস্থিত একজন শিল্পী, নুয়াদিবাউএর নির্বাচনের দিনের এই চিত্র রচনা করেছেন: | |