# | ben | zhs |
---|
1 | মেক্সিকোর নাগরিকরা আয়তজিনাপায় নিখোঁজ ব্যক্তিদের জন্য নাটক প্রদর্শন করছে এবং ছবি আঁকছে | 墨西哥:失踪学生不只是数字 |
2 | মেক্সিকোর অনেক শিল্পীর জন্য, আয়তজিনাপার শহুরে শিক্ষক মহাবিদ্যালয়ের ৪৩ জন ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়া তাদের কাজের এক অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। | 对许多墨西哥艺术创作者来说,Ayotzinapa师范学院43名失踪的学生已经成为他们作品中无法推卸的主题。 |
3 | যেমন, আঁকিয়ে এবং গ্রাফিক শিল্পীরা বেশ কিছু প্রতিকৃতি এঁকেছে যা #ইলাস্ট্রেটরউইথআয়তজিনাপা (আয়তজিনাপার অঙ্কনশিল্প) হ্যাশট্যাগের মাধ্যমে ল্যাটিন আমেরিকার ব্লগ পরিমণ্ডলে অনেক বার ছড়ানো হয়েছে। | 正因如此,拉丁美洲博客圈里,大家透过#Illustrators with Ayotzinapa这个标签,分享许多插画家、平面艺术家创作的肖像画。 |
4 | ভালেরিয়া গাল্লো নামের এক শিল্পী প্রথম এই উদ্যোগ গ্রহণ করে এবং নিখোঁজ ছাত্রদের যাতে আরো কাছাকাছি পৌছানো যায় সেই লক্ষ্যে এদের প্রতিকৃতি আঙ্কনের মধ্যে দিয়ে অন্য অনেক শিল্পী এতে যোগ দেয়। | 发起这项倡议活动的艺术创作者是Valeria Gallo,许多创作者也随后加入,他们怀抱着想要更贴近这些学生的心情,替这些学生绘制肖像。 |
5 | মুয়েসোগ্রাফো. কম-কে প্রদান করা এক সাক্ষাৎকারে গাল্লো জানান কি ভাবে বিষয়টি শুরু হয়েছিল। | Gallo在与Muesógrafo.com的访问中,谈到他如何开始这个活动: |
6 | আমার ক্ষেত্রে বিষয়টি এভাবে ঘটেছিল যে ভেবেছিলাম নিখোঁজ এইসব ছাত্রদের ছবি আঁকার ফলে তা তাদেরকে খানিকটা আমাদের কাছে নিয়ে আসবে, আর আমি আমার কয়েকজন সহকর্মীকে আমার এই চিন্তাটা তুলে ধরি। | 我突然意识到,画这些学生能让我们更贴近他们一些,接着我把这个想法告诉几位同行。 |
7 | আমরা এই সমস্ত ছাত্রের ছবি আঁকতে শুরু করলাম এবং #ইলাস্ট্রেটরউইথআয়তজিনাপা হ্যাশট্যাগের মাধ্যমে অঙ্কিত এই সকল ছবি ফেসবুক এবং টুইটারে প্রদান করতে শুরু করলাম। | 我们开始画,使用主题卷标 #IllustratorsWithAyotzinapa 上传这些插画到脸书与推特。 |
8 | একই দিনে আমার ছেলে বন্ধু আলফান্সো ওচাও টাম্বলারে একটি ব্লগ তৈরী করল। | 就在同一天,我男友Alfonso Ochoa在Tumblr上开了博客。 |
9 | ন্যাশনাল স্কুল অফ ড্রামাটিক আর্টস (ইনাট) এবং সোনারা ইউনিভার্সিটি অফ পারফর্মিং আর্টস (ইউনিসন)-এর ছাত্ররাও তাদের কিছু নাটক এই সকল ছাত্রদের প্রতি উৎসর্গ করেছে, এমনকি তদন্তে এই সংবাদ প্রদান করার আগে যে সম্ভবত ছাত্ররা আর বেঁচে নেই, এটি এমন একটি বিষয় যা এখনো নিশ্চিত নয়। | 国立戏剧艺术学校(ENAT)与Sonora大学表演艺术系(UNISON)的学生也透过演出纪念失踪学生。 |
10 | এই প্রতিকৃতি অঙ্কন উদ্যোগের সাথে বাকী দুটি কাজের মিল হচ্ছে, ছাত্রদের আরো বেশী মানবিক করে তোলা এবং ৪৩ একটি সংখ্যা এমন ভাবনার চেয়ে আরো এগিয়ে যাওয়া, যে সংখ্যাটি এই বেদনাদায়ক ঘটনায় সারা মেক্সিকো জুড়ে ক্ষোভ প্রকাশের জন্য বেছে নেওয়া আন্দোলনের কেন্দ্রে ছিল। | 即使先前调查报告推测失踪学生已死亡,但还是有一些事情尚未证实。 这些创作连同插画家的行动,共同主题都是想将失踪学生视为活生生的人而非数字43,后者已成为国内对此悲剧表达愤怒的活动主轴。 |
11 | এক নাটকে, ইউনিসনের অভিনেতারা প্রতিটি ছাত্রের নাম উচ্চারণ করছে। | UNISON的演员在某一次表演里,大声说出每一位学生的名字: |
12 | একই ভাবে ইনাট-এর এক নাটকে অভিনেতারা ছাত্রদের নাম এবং বয়স স্মরণ করছে। | 同样地,ENAT在某次演出里,演员喊着学生的名字与年龄: |
13 | অতি সম্প্রতি ইনাট আরেকটি নাটক প্রদর্শন করে যা মেক্সিকো এবং সারা বিশ্বের সামাজিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রদর্শিত হয়: | 最近,ENAT的另一场演出在墨西哥与全球的社群媒体都广为流传: |
14 | মূল ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল এবং অনেক ব্যবহারকারীর এতে মন্তব্য করতে মনোযোগী হয়, যারা এই নাটক ব্যাখ্যা করে এবং তাদের ভাবনা তুলে ধরে। | 原始视频贴在脸书上,吸引许多用户留言,诠释与反思这场表演。 |
15 | হুয়ান গার্সিয়া: | Juan García说: |
16 | আমার ভেতরে যে বার্তা আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি তা হল দমনের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে গিয়ে যারা নিহত হয়েছে সেই সকল ব্যক্তির জুতা তাদের প্রতিনিধিত্ব করছে, আবার এই কিশোরেরা সাধারণ জনতার প্রতিনিধিত্ব করছে যারা পরিবর্তন আনতে সচেষ্ট কিন্তু তাদের মেরে ফেলা হচ্ছে অথবা ভয় দেখানো হচ্ছে অন্যের রক্ত দেখিয়ে, আর তা করছে এমন এক সরকার যারা জনতাকে দমন করার জন্য সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে। | 我的理解是,鞋子代表因高声反压迫而死的人,儿童则代表一般民众,试图要改变,但却被一个利用恐怖主义压制人民的政府处决或以他人之血威吓。 |
17 | মেক্সিকোর বিষয়ে কথা বলতে গেলে, আমাদের অবশ্য জেগে উঠতে হবে এই সমস্ত মূর্খের মত ভাবনা বাদ দিতে হবে যে পেনাকে [নিয়েটো, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি] সকল কিছুর জন্য অভিযুক্ত করা হবে এবং আমরা হয়ত আরো ভাল থাকতাম যদি অব্রাদোরের [২০১২ সালে রাষ্ট্রপতি প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ] হাতে ক্ষমতা থাকত, ভদ্রমহিলা এবং মহোদয়গণ আপনাদের জানাই, উভয় বাজে, ইতর মানুষ, যারা একটি রাষ্ট্র পরিচালনায় যথেষ্ট দক্ষ নয়। | 说到墨西哥,我们必须清醒,把蠢想法丢在脑后,像是”全部都该怪佩尼亚(现任总统Enrique Peña Nieto)”或是”如果是奥布拉多尔(2012年另一位总统大选候选人Andrés Manuel López Obrador),我们的状况可能会比较好”。 |
18 | মেক্সিকো, জেগে ওঠ এবং উপলব্ধি কর, যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে, জনগণই সংখ্যাগরিষ্ঠ এবং যদি আমরা ভয়কে পেছনে ফেলে আসি এবং আমাদের সংগঠিত করতে পারি, তাহলে আমারা সত্যিকারের এক পার্থক্য গড়ে তুলতে পারব […]। | 因为我告诉你,各位先生女士,这两位都很恶劣,都无法胜任统治一个国家的工作。 |
19 | কেবল সরকারকে দোষারোপ করলেই চলবে না, তার বদলে সেই সমস্ত নাগরিক এতে দোষী যারা অন্ধভাবে সরকারকে অনুসরণ করে, তাদের প্রতি এক আচরণ করে, এক উপহার কার্ড প্রদান করে, অথবা যে ব্যক্তি এদের সাথে তাদের” কৃষ্ণ কুমারী মেরির” উপাসনা নিয়ে কথা বলে। | 墨西哥,醒来吧,要了解民众才是多数,如果我们抛开恐惧能够组织起来,我们就真的能做出改变。[ |
20 | এখন পর্যন্ত আমি এই ঘটনার শিকার সকলের জন্য এমনই বেদনা অনুভব করছি, কিন্তু আমি আরো বেশী বেদনার্ত এখনো এই বিষয়টি দেখার জন্য যে মরিয়া এবং অশিক্ষিতের অন্য দলের ভিন্ন পদে যোগ দিচ্ছে,[…] যারা শুধুমাত্র বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে যাতে তারা বেড়ে উঠে ক্ষমতার জন্য এবং নিপীড়ন চক্রের এক অশুভ শক্তি হবার বিষয়টি নিশ্চিত হয়। | …] 不该怪政府,而是该怪盲从地款待政府的人,或是那些谈论他们崇拜的”黑圣母玛利亚”的人。 对于目前为止的受害者我感到十分难过,但我更难过的是依然看到许多绝望且未受教育的人加入另一边,拼命努力地提升权力,确保压迫的恶性循环。 |
21 | এই সকল ছাত্রদের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ সংবাদ পাঠ করুন। | 请密切关注全球之声对于墨西哥学生失踪案的特别报导。 校对:Fen |