Sentence alignment for gv-ben-20080401-755.xml (html) - gv-zhs-20080404-1030.xml (html)

#benzhs
1ভারত: টাটা, জাগুয়ার এবং রোভার印度:塔塔汽车买下知名品牌
2গত বুধবার ঘোষণা হয়েছে যে ভারতের টাটা মটর্স ফোর্ড মটর্সের কাছ থেকে জাগুয়ার আর ল্যান্ড রোভারকে কিনে নিচ্ছে।
3ফোর্ড মটর্স মিশিগানের তিনটি বৃহৎ গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠানের একটি।
4টাটা মটর্সের এই নামকরা দুই গাড়ীর ব্রান্ডকে কিনে নেয়া বিশ্বের সব গুরুত্বপূর্ণ ব্লগগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
5গত তিন মাসের স্বল্প সময়েই টাটা মটর্স বিশ্বের গাড়ি বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এ বছর জানুয়ারীর প্রথম দিকে টাটা নতুন দিল্লিতে তাদের নতুন কম দামী মডেল ‘ন্যানো' উন্মুক্ত করেছে যাকে ‘জনগণের গাড়ি' হিসেবে অভিহিত করা হয়।依据稍早消息,印度塔塔汽车(Tata Motors)将从美国三大车厂之一的福特(Ford)手中,买下积架(Jaguar)与路华(Land Rover)两个高价品牌,这也成为全球主流媒体与博客的热门讨论话题。
6যে বিষয়টি সবাইকে বিস্মিত করেছে তা হল গাড়িটির অবিশ্বাস্য কম মূল্য - মাত্র ২৫০০ আমেরিকান ডলার। এটি এখন পর্যন্ত বিশ্বে সব চেয়ে সস্তা গাড়ি।塔塔汽车在短短三个月内,便在全球汽车产业吹皱一池春水,该公司于元月初才宣布将在印度推出低价车种Nano,最让全球车厂与民众震撼的是,售价只有2500美元,一举成为全球最低价车款。
7সমস্যাযুক্ত আমেরিকার বৃহৎ গাড়ি নির্মাতা ফোর্ড মটর্সের কাছ থেকে দুটি নামী মডেল জাগুয়ার আর ল্যান্ড রোভারকে কিনে নেয়ার ঘোষণা দিয়ে টাটা মটর্স আরেকটি আলোড়ন সৃষ্টি করল।
8টাটা মটর্স এর জন্যে ফোর্ডকে ২. ৩ বিলিয়ন ডলার দেবে।如今塔塔汽车再度引发业界讨论,宣布购入美国大厂福特旗下的积架与路华两个知名品牌,并购案总金额达23亿美元。
9মার্ক সিলভা জাগুয়ার আর ল্যান্ড রোভার বিক্রির এই খবরকে অনুসরণ করছেন এবং জানাচ্ছন যে এই দুটি গাড়ির উৎপত্তি বিলেত থেকে। তিনি লিখছেন:Mark Silva回溯两个品牌的英国历史渊源,也呈现本案的讽刺之处:
10রাজত্বের মাথা ঘুরে গেছে: ফোর্ড মটর্সের জাগুয়ার আর ল্যান্ড রোভারের বিক্রির ঘোষণার মাধ্যমে এই নামী ও ঐতিহ্যবাহী দুই ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এক ভূতপূর্ব ব্রিটিশ কলোনি থেকে আরেকটিতে গেল।
11এটিকে আসলে বিশ্বায়ন বলা যাবে না বরং এটি বিশ্বের নিজের কক্ষপথে ঘোরার গল্প…আজকে পৃথিবীর অর্থনীতির ইতিহাসে প্রথম, ভারত যুক্তরাজ্যের দুটি নামকরা গাড়ি ব্রান্ডকে কিনে নিয়েছে।
12রাইডিং দ্যা এলিফ্যান্ট ব্লগের জন এলিয়ট চিন্তা করছেন যে রতন টাটা এই দুই ব্রান্ডের পতনের এই চক্রকে থামাতে পারবে কি না।塔塔汽车这次转移目标,向福特汽车买下路华和积架,这两个历史悠久的英国品牌,今年将从前殖民地企业转手至另一个前殖民地企业。
13এলিয়ট মন্তব্য করছেন যে রতন টাটা হয়ত পারবেন এদের টেনে তুলতে তবে, তিনি (৭০ বছর) অবসর নিলে কে তার স্থলাভিষিক্ত হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে।
14টাটাই হচ্ছে সেই ব্যক্তি যার নেতৃত্ব এবং ব্যক্তিগত উদ্যোগে একই বছরে ন্যনোর উন্মোচন এবং দুটি আন্তর্জাতিক ব্র্যান্ড কিনে নেয়ার সাফল্য এনে দিয়েছে।
15এই গুরুদায়িত্ব বহন করার কাজ অপেক্ষা করছে অন্য কারও জন্যে তবে টাটা তার নাম বলছেন না।这件事与全球化没有太大关系,而是全球的重心开始位移,…今天在全球经济历史上,印度塔塔汽车买下英国引以为傲的积架与路华汽车品牌。
16ট্রুমরস নামের একটি সিলিকন ভ্যালী ব্লগ টাটার এই দুই ব্রান্ড কিনে নেয়া নিয়ে ঠাট্টা করছে। জাগুয়ারকে এই ব্লগ “বাম টাটা” এবং একটু বিশালাকায় ল্যান্ড রোভারকে “ডান টাটা” বলে এটি অভিহিত করেছে।Riding the Elephant博客的John Elliot猜想,塔塔汽车是否能逆转两个高价汽车品牌的颓势?
17মাই ক্যাপিটাল মার্কেট ওয়েবলগের কৃষ্ন রাজ এই চুক্তির মূল বিষয়গুলো উদ্ধৃত করেছে:他认为应该有机会重振声势,但不清楚现年70岁的老板Ratan Tata退休后,会由谁来接班:
18ফোর্ড পাওয়ার ট্রেইন, স্ট্যাম্পিং এবং অন্যান্য অংশগুলো সরবরাহ করবে। এছাড়াও এটি কারিগরি সহায়তা দেবে, গবেষণা ও উন্নয়নের ব্যাপারটিও দেখবে।Ratan Tata的个人努力与领导带领公司推出Nano,还在同年买下两个世界知名品牌,接下来该公司还有很大的任务要进行,不过还不知道接班人选是谁。
19ফোর্ড মটর্স ক্রেডিট জেএলআর (জাগুয়ার ল্যান্ড রোভার) ডিলারদের ১২ মাস অর্থ ঋণ দেবে। জেএলআর কর্মীদের কার্যচুক্তির কোন পরিবর্তন হবে না।来自硅谷的博客Truemors以幽默方式看待本件并购案,预测积架将成为「左塔塔」,而规模稍大的路华将成为「右塔塔」。
20ফোর্ড বলেছে যে এই চুক্তি ব্র্যান্ড, গাড়ি তৈরির কারখানা এবং আইপিআর সমন্বয়ে গঠিত। আগামী তিন মাসের মধ্যে এই চুক্তি সম্পাদিত হবে।My Capital Market Weblog的Krishna Raj在文章中整理并购案的几项重点:
21ব্র্যান্ড ফ্যাকস ব্লগের গৌরভ শুক্লা লিখছে যে টাটা গ্রুপে ৯৮টি কোম্পানি রয়েছে। এই ব্লগ টাটার বড় কোম্পানিগুলোর ব্যাপারে বিস্তারিত জানাচ্ছে।福特也将提供传动系统、钣金与其它零组件,还会提供研发等工程支持,福特信贷部门未来12个月也将继续提供资金给路华及积架的经销商,两家公司员工的聘雇合约也不会有任何改变,福特表示,这项购并案内容包括品牌、制造厂及智能财产权,本案预计于下一季末底定。
22অটোপন্ডিত জানাচ্ছে যে টাটা এখন একাধারে সস্তা লো এন্ড এবং হাই এন্ড লাক্সারী গাড়ির নির্মাতা।brandfaqs的Gaurav Shukla指出,塔塔集团旗下目前有98家公司,并简述了其中主要的企业。
23নিশান্ত কৌশিক লিখছে ভারতীয় কোম্পানি কোন নামী আন্তর্জাতিক কোম্পানীকে কিনে নিচ্ছে এমনটি দশ বছর আগেও শোনা যেত না।AutoPundit表示,塔塔汽车的业务范围如今已包含低价车与高价车,Nishant Kaushik提到,十年前根本无法想象有印度公司能买下某个知名企业,他在文章里也强调这些年来印度的巨大转变。
24তার ব্লগ পোস্ট জানাচ্ছে ভারত কতটা এগিয়েছে এর পরে।校对:dreamf