Sentence alignment for gv-ben-20101213-14028.xml (html) - gv-zhs-20101213-6980.xml (html)

#benzhs
1ভারত: শাড়ী সন্ত্রাসীদের কোন পোশাক নয়印度:沙丽并非恐怖份子装扮
2ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাকে স্মারক প্রদান করছেন। ছবি লরেন্স জ্যাকসনের।印度大使香卡向美国总统欧巴马(Barack Obama)递交到任国书,照片由Lawrance Jackson,来自美国国务院公用照片
3যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে।
4পাবলিক ডোমেন থেকে নেওয়া যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসন-এভারস আন্তর্জাতিক বিমান বন্দরের নিরপত্তা যাচাই লাইন থেকে ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্করকে আলাদা করা হয় এবং তাকে ট্রান্সপোর্ট সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন (টিএসএস) নামক নিরাপত্তা কর্মীর মাধ্যমে প্যাট-ডাউন (পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রের সন্ধানে শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে তল্লাশী চালানো) নামের এক প্রক্রিয়ার মধ্য দিয়ে শরীর তল্লাশী করা হয়।12月4日,印度驻美国大使香卡(Meera Shankar)出席密西西比州立大学活动后,准备搭机回到巴尔的摩,在美国密西西比州Jackson-Evers国际机场里,经过安检时,虽然未触动金属侦测器,安全人员却以她身穿印度国服“沙丽”为由,要求接受“交通安全局”(TSA)触摸检查。
5৪ ডিসেম্বর ২০১০, তারিখে শঙ্কর বাল্টিমোরের উদ্দেশ্য যাত্রা করার কথা ছিল, সেখানকার মিসিসিপি স্টেটস ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশ নেবার জন্য তিনি রওনা করেন, এবং যদিও তিনি তখনো বিমান বন্দরের মেটাল ডিটেকটর দিকে যাত্রা শুরু করেন নি, এমন সময় তাকে শাড়ী পরে থাকার কারণে অন্য যাত্রীদের থেকে আলাদা করা হয়।
6শাড়ী ভারতীয় নারীদের জাতীয় পোশাক। তিনি তার কূটনৈতিক মর্যাদার কথা উল্লেখ করেন, কিন্তু তা অন্য যাত্রীদের সামনে তার প্রতি বিরূপ আচরণ করাকে বন্ধ করেনি।尽管香卡表明外交使节身分,却仍得在众目睽睽下搜身,去年九月间,她亦曾在芝加哥遭受相同待遇。
7গত সেপ্টম্বর মীরা শঙ্করকে শিকাগো বিমান বন্দরে একই ধরনের প্যাট-ডাউন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই ঘটনা দ্রুত ভারতে দ্রুত এক প্রতিবাদের ঝড় তোলে।美国政府对此反应不一,国务院就此事向香卡表达遗憾之意,但媒体报导,交通安全局仍坚持立场,表示外交人员亦不得豁免于搜身检查,且“一切符合交通安全局安全政策及程序”。
8ভারতীয় পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, যুক্তরাষ্ট্র যে ঘটনা ঘটল, তা সাধারণ কূটনীতির জন্য ভালো হল না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস.一般而言,并非每位乘客均会遭到触摸检查,只有触动金属侦测器时,才必须受检,而“香卡女士走过金属侦测门时,并未触动警铃”;美国边界搜查豁免规范亦明定,官员必须具有合理怀疑,或已事先获知资讯,才能假定搜身会发现威胁物品或违禁品,若要进行某些更具侵入性的搜查,还必须有更高标准或法庭核发的搜索票。
9এম কৃষ্ণা পুনরাবৃত্তি করেন যে, এই ধরনের আচরণ ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। ভারতীয় বিরোধী দিল বিজেপি যুক্তরাষ্ট্রের দূতাবাসের সমানে এক বিক্ষোভ প্রদর্শন করে।此事引发印度强烈抗议,印度外交部秘书Nirupama Rao表示,美国绝非公共外交范例,印度外交部长S.
10তাদের দাবী ছিল এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র যেন ভারতের কাছে ক্ষমা চায়।M.
11এই ঘটনার বিস্তারিত বিবরণ যত প্রকাশ পাচ্ছে ব্লগস্ফেয়ারে তত গুঞ্জন বাড়ছে।Krishna重申无法接受此事;印度在野的人民党在美国驻印使馆附近示威,要求美方致歉。
12এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার মিশ্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।随着细节逐渐曝光,博客圈也出现愈来愈多反应。
13যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য রাষ্ট্রদুতের কাছে দুঃখ প্রকাশ করেছে, সংবাদে প্রাপ্ত সূত্রানুসারে, টিএসএ তাদের কর্মকে এই কারণে সঠিক বলে উল্লেখ করে, যে কূটনীতিবিদেরা এই ধরনের তল্লাশী থেকে অব্যহতি পেতে পারেন না এবং “টিএসএ-এর নিরাপত্তা নীতি এবং প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রদূত শঙ্করকে তল্লাশী করা হয়”।
14এখানে উল্লেখ করা প্রয়োজন যে, সব যাত্রীকে টিএসএ-এর প্যাট- ডাউন নামক তল্লাশী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না, কেবল মাত্র যে সমস্ত যাত্রীর আগমনে মেটাল ডিটেকটর সঙ্কেত তৈরি করে, তবে সেই যাত্রীকে এক বিশেষ দৃশ্যমান যন্ত্রের যাচাইয়ের মাধ্যমে যেতে হয়।
15এবং মিজ. শঙ্কর (মিজ; জনাব বা মি:-এর ইংরেজী স্ত্রীলিঙ্গ বাচক শব্দ;) ধাতব যাচাই পরীক্ষণ যন্ত্রের সামনে কোন রকম সঙ্কেত তৈরি করা ছাড়াই পার হয়ে যান।香卡既然在透明空间里遭到公开搜身,肯定感受受辱,Pavani在Sepia Mutiny写道:
16যুক্তরাষ্ট্রের আরো বিশদ অনুসন্ধানের নীতি ঘোষনা করে যে, এ ধরনের যাচাইয়ের ক্ষেত্রে কর্মকর্তার অবশ্যই যৌক্তিক কোন সন্দেহ থাকতে হবে, অথবা আগেই পাওয়া কোন তথ্যে এ ধরনের অনুসন্ধান করে যদি হুমকির বিষয়টি পরিষ্কারভাবে জানা যায় অথবা কোন নিষিদ্ধ কোন বস্তু ব্যক্তির শরীরে রয়েছে, তাহলে কর্মকর্তারা কোন ব্যক্তিকে এ ভাবে তল্লাশী করতে পার।
17আরো নিবিড় তল্লাশি চালানোর জন্য, অনেকের ক্ষেত্রে আরো বড় মাপের বাস্তবতা অথবা আদালতের আদেশ থাকতে হবে । দৃশ্যত এই ঘটনায় রাষ্ট্রদূত অপমানিত বোধ করেন, কারণ প্রকাশ্যে এক স্বচ্ছ কক্ষের মধ্যে এই তল্লাশী চালানো হয়।那座机场并无新式身体扫描机,故大使没有其他选项,但透明搜身空间听来隐私不足,也不符合任何要求私下搜身者的感受,假若光是穿着沙丽就得遭到触摸搜身,起码就该保障真正的隐私,任何人要求私下搜身的标准皆然。
18সেপিয়া মিউটিনি-তে পাভানি লিখেছে:Vivek留言认为:
19এই বিমান বন্দরে নতুন ধরনের শরীর যাচাই করার যন্ত্র বা স্ক্যানার ছিল না, কাজেই রাষ্ট্রদূতের জন্য আর অন্য কোন বিশেষ সুযোগ ছিল না।各项报导都未提到一件事,假若不是主管Kris(姓氏不明)制止,交通安全局人员Anna Dushas原本要求脱掉香卡的沙丽。
20কাজেই বাইরে থেকে দেখা যায় এমন এক কক্ষ তার কাছে মোটেও গোপনীয় বলে মনে হয় না, বিশেষ করে যিনি গোপনীয়ভাবে তল্লাশী চালানোর জন্য অনুরোধ জানান।
21সাধারণভাবে এক শাড়ি পড়ে থাকার ফলে যদি পুরো শরীরে প্যাট-ডাউন প্রক্রিয়া তল্লাশী চালানো হয়, তাহলে অবশ্যই তা গোপনীয় ভাবে করা উচিত, যেমনটা বলা যায়, যে কেউ ব্যক্তিগত গোপনীয়তা যাতে প্রকাশ না পায় সে ভাবে তল্লাশী চালানোর অনুরোধ জানাতে পারে।
22বিবেক উপরের পোস্টের উপর মন্তব্য করেছে: কোন সংবাদেই এই একটি ঘটনার উল্লেখ নেই যে যে টিএসএ-এর কর্মকর্তা আনা ডুসাশ তার উর্ধ্বতন কর্মকর্তা ক্রিস (আমরা কেবল এই ভদ্রমহিলার নামের প্রথম অংশটাই জানতে পরেছি) বাঁধা দেবার আগে, মীরা শঙ্করের শাড়ী খুলে ফেলার চেষ্টা করেন।此事突显美国对“沙丽”多么无知,这种服饰在南亚国家相当普遍,全球无数女性均以此为日常服装,NYDailyNews.com网站上一则留言里,或许反映出许多美国人对沙丽的看法:
23এই ঘটনা শাড়ীকে উপেক্ষা করার এক দৃশ্য প্রদর্শন করে। শাড়ী দক্ষিণ এশিয়ার অনেক দেশের নারীদের পোশাক, এই অঞ্চল সহ সারা বিশ্বের অনেক দেশের লক্ষ লক্ষ নারী এই পোশাক পরে থাকে।若打扮得像恐怖份子,就该准备接受搜查,交通安全局做得好。
24এনওয়াইডেইলিনিউজ.Bhai质疑:
25কমের এক মন্তব্য প্রদর্শন করছে যে কতজন আমেরিকান শাড়ীকে অনুভব করে থাকে: এক সন্ত্রাসীর পোশাক পরুন এবং আপনি আশা করবেন, আপনার দেহে তল্লাশী চালানো হবে।假使美国参议员、大使等任何官员,在印度遭受类似搜身待遇,美国人会有什么反应?
26ভালো কাজ করেছ হে টিএসএ-এর কর্মকর্তার। . বাহাই বিস্মিত:Rajeev在Random Thoughts博客表示:
27যদি আমেরিকার কোন কর্মকর্তা (সিনেটর, রাষ্ট্রদূত..) যদি ভারতে একই ধরনের ঘটনার বিষয় হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কি ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করবে? রান্ডম থটসের রাজিব মন্তব্য করেছেন:与其怨声载道,印度也应效法美国的安全程序,在我国对任何人进行严格安全检查,为了国家安全,我们根本不应在意他人意见。
28এই বিষয়ে ঘ্যানঘ্যান না করে, আমরা, ভারতীয়দের তাদের নিরাপত্তা পদ্ধতি থেকে কিছু শেখার রয়েছে এবং আমাদের পরিবেশে সকলকে এক কঠোর নিরাপত্তা তল্লাশির বিষয়ে পরিণত করারও দরকার রয়েছে।
29আমাদের দেশের নিরাপত্তা খাতিরে আমরা অন্যদের মন্তব্য নিয়ে ভাবব না।校对:Soup