# | ben | zhs |
---|
1 | ফিজি ওয়াটার নামক কোম্পানী নতুনভাবে ধার্য করা কর প্রদান করতে এবং ফিজিতে তার কারখানা আবার চালু করতে রাজি হয়েছে | 斐济:Fiji Water接受新税、恢复运作 |
2 | ফিজি ওয়াটার নামক কোম্পানী হয়ত ফিজি ছেড়ে যাচ্ছে না। | 也许到头来,Fiji Water公司不会离开斐济。 |
3 | ফিজি সরকারে নতুন কর নীতিকে বৈষম্যমূলক অভিহিত করে নিজস্ব পানি বোতলজাত করার কারখানাটি বন্ধ করার ২৪ ঘন্টার পরই ফিজি ওয়াটার কোম্পানী ব্যবসার জন্য পশ্চিম ভিটি লেভুতে অবস্থিত কারখানাটি আবার খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। | |
4 | সম্ভবত এক বিনয়ী মনোভাবের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক এক প্রধান পানি কোম্পানিটির প্রতিনিধি ফিজির অ্যাটর্নি জেনারেল আইয়াজ সাইয়্যেদ খাইয়ুম ও নেতা ফ্রাঙ্ক বাইনিমারামার সাথে সাক্ষাত করে। ফিজির প্রধানমন্ত্রী বাইনিমারামা এক অভ্যুথানের মাধ্যমে ২০০৬ সালে ক্ষমতায় আসে। | Fiji Water原本认为政府新税“歧视”该公司,故决定关闭装配厂,结果不到24小时,又决定恢复在Western Viti Levu的厂房营运,或许为了示好,该公司代表还与检察总长Aiyaz Sayed Khaiyum及总理班尼马拉马(Frank Bainimarama)会晤。 |
5 | বাইনিমারামা এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। | 班尼马拉马当然乐见这项决定,除了400名员工能保住工作,斐济国库也将增加1170 万美元税收。 |
6 | কেবল এই কারণে নয় যে ফিজি ওয়াটার কেবল ৪০০ ফিজির নাগরিকে চাকুরী পুনরায় প্রদান করছে, তার বাইরে তাদের প্রদান করা কর সরকারে কোষাগারে আরো ১১. | |
7 | ৭ মিলিয়ন মার্কিন ডলার জমা করবে। ফিজি ওয়াটার বলছ যে তারা দেশটির পানি সম্পদের উপর ধার্য করা করকে মেনে নেবে। | Fiji Water将配合新法,只要是每月收取超过350万公升的瓶装水公司,都得缴纳每公升8美分的水资源税,该公司现有税率为每公升0. |
8 | করের ক্ষেত্রে নতুন শর্ত হিসেবে যদি কোন কোম্পানী প্রতি মাসে ৩. | |
9 | ৫ মিলিয়ন লিটার পানি উত্তোলন করে, তবে তাদের উপর প্রতি লিটারে ১৫ ফিজি সেন্ট (৮ মার্কিন সেন্ট) কর ধার্য করা হয়েছে। | |
10 | ফিজি ওয়াটার অভিযোগ করছে যেহেতু এতে এতে ৩. | 18美分。 |
11 | ৫ মিলিয়ন লিটার উত্তোলন সীমা ধার্য করা তাতে এই কর অন্যায্য কারণ ফিজির আর অন্য কোন পানি বিক্রয়কারী কোম্পানী এই পরিমাণ পানি উত্তোলন করে না। | |
12 | যে সমস্ত কোম্পানী এর চেয়ে কম পানি উত্তোলন করবে তারা আগের মত প্রতি লিটারে . ১১ ফিজি সেন্টে (. | Fiji Water之所以对新法不满,是因为全国只有该公司超过每月350万公升的门槛,其他未达门槛的装配厂仍可享有每公升0. |
13 | ০৬ মার্কিন সেন্ট) কর প্রদান করবে। | 06美分税率。 |
14 | ফিজি ব্রান্ডের পানির বোতলের সারি। ম্যানহাটন এলাকায় সরবরাহ করার সময় তোলা ছবি। | Fiji品牌瓶装水陈列于架上,照片由Verne Equinox在美国曼哈顿一间熟食店拍摄,Wikimedia Commons |
15 | এটি উইকিমিডিয়া কমন্সের ভেরনে ইকুইনক্স-এর ছবি। | 顾全颜面? |
16 | কোম্পানী এর উত্তর প্রদান করেনি, তবে তারা লম্বা এক বিবৃতি প্রদান করেছে যাতে তারা বলছে যে এটি তাদের ভালো বাণিজ্যিক প্রতিবেশী, তারা ফিজির রপ্তানী বাণিজ্যে ৭০ মিলিয়ন ডলার যোগ করে এবং দেশটিতে লক্ষ লক্ষ ডলারের উন্নয়ন এবং শিক্ষা বিস্তার প্রকল্প চালু করেছে, একই সাথে তারা প্রায় ৪,০০০ লোককে কাজের সুযোগ করে দিয়ে সাহায্য করছে। | |
17 | ইজারা প্রসঙ্গে এখন ফিজি ওয়াটারের কর বিষয়ক মর্যাদা প্রদানের বিষয়টি পরিষ্কার করা হয়েছে। | |
18 | এখন বাইনিমারামা বলছে যে সরকার বহুজাতিক কোম্পানিগুলোকে কোন কিছু ইজারা দেবার বিষয়ে পর্যালোচনা করবে যারা ফিজির জমি ব্যবহার করে বিশাল পরিমাণে মুনাফা করছে। | |
19 | তিনি এর এক উদাহরণ হিসেবে ফিজি ওয়াটারকে উপস্থাপন করেছেন। তিনি দাবী করেন যে কোম্পানী এই দেশে বোতল কারাখানা স্থাপন করা ইজারা বাবদ, ১৯৯৫ সালে প্রদান করা ৫০০০ ফিজি ডলার সহ ১১,০০০ ফিজি ডলার (প্রায় ৫,৫০০ মার্কিন ডলার) প্রদান করে। | 态度改变后,斐济政府与全国最大出口商之间公开上演的战争也正式落幕,争端始于11月18日,政府以干预内政为名,将 Fiji Water当地代表驱逐出境;一星期后,政府在2011年预算报告里宣布开征新税;几天后,该公司表示要关闭装配厂、解除所有合约、终止多项发展计划。 |
20 | ফিজিতে বেশ কিছু আন্তর্জাতিক অবসর বিনোদন কেন্দ্র রয়েছে, যাদের সকলেই জমি এবং সেই জমিতে অবস্থিত ভবনের ক্ষেত্রে স্থানীয় ভূমি মালিকদের সাথে চুক্তি করেছে। | |
21 | বেশীর ভাগ ক্ষেত্রে যারা ফিজির আদিবাসী নয়, তারা কিছু সুনির্দিষ্ট এলাকা ছাড়া সে দেশের জমির মালিক হতে পারে না। | 班尼马拉马随后反击,指称该公司在美国及其他国家盈收无数,但每年企业税额却低于53万美元,他亦称Fiji Water将产品卖给设于美国的旗下公司,以压低自斐济的出口额。 |
22 | যে সমস্ত এলাকায় বিদেশিরা জমির মালিক হতে পারবে, তা দেশটির ১০ শতাংশের কম পরিমান এলাকা। | 该公司并未回应,但强调自己是优质企业,为斐济增加7000万美元出口收益,还投资数百万美元于发展及教育计划,也为国内4000人维持生计。 |
23 | এই টাকাটা খুব কঠিন এক অর্থনৈতিক বাস্তবতার সময় পাওয়া যাবে। | 租约审查 |
24 | আন্তর্জাতিক অর্থ সংস্থা সম্প্রতি বা আইএমএফ বলেছে, ২০০৯ সালে এগিয়ে যাওয়া তিন শতাংশ প্রবৃদ্ধি এ বছর শূন্যের কোঠায় নেমে আসবে-২০১১ সালে মাত্র এক শতাংশ প্রবৃদ্ধি ঘটবে। এছাড়াও ফিজিকে ২০১১ সালের সেপ্টম্বর মাসের মধ্যে থেকে আইএমএফকে অবশ্যই ৩০০ মিলিয়ন ফিজিয়ান ডলার পরিশোধ করতে হবে। | 在解决Fiji Water税务问题后,班尼马拉马表示, 政府将检视其他高获利跨国企业在斐济的租约,他以该公司为例,指称Fiji Water的装配厂土地租金从1995年至今,从2500美元增至5500美元。 |
25 | চারকোণা বোতল সঙ্গীত ব্লগে যুক্তরাষ্ট্র ভিত্তিক পানি কোম্পানীর জন্য তেমন একটা সহানুভূতি নেই। ক্যু ৪. | 斐济境内有多家国际度假村,所有土地皆是租赁而来,依据法律,除了特定区 域外(在全国不到10%),只有斐济原住民能拥有土地。 |
26 | ৫-এ এক নামহীন ব্যক্তি একটি মন্তব্য পোস্ট করেছে: অব্যশই ফিজি ওয়াটারকে আবার তার ব্যবসা চালু করতে হবে। | 这项收益将很有利,“国际货币基金”指出,斐济经济在2009年萎缩3%,今年将进步为零成长,2011年经济成长率预估为1%,除此之外,斐济必须在2011年9月偿还3亿美元贷款给该组织。 |
27 | তারা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। | 企业发愁 |
28 | টাকা তাদের জন্য কিছুই না। তারা কোটিপতি.. । | 博客圈里,人们大多不太同情Fiji Water。 |
29 | তারা তাদের টাকা তৈরির কারখানা বন্ধ করে দেবে না। | 无名氏在Coup 4.5留言: |
30 | জন কোহরান বলেছেন তারা ফিজির জনতা এবং অর্থনীতির প্রতি যত্নশীল তারা আসলে নিজেদের পকেট ভরানোর প্রতি যত্নশীল…। কাজে ফ্রাঙ্ক… আশা করি ১৫ শতাংশ কর অর্থনীতি এবং এর জনতার কাছে গিয়ে যোগ হবে এবং তার বিপরীতে ফ্রাঙ্ক এবং তার বন্ধুদের পকেটে যাবে না। | Fiji Water当然会恢复运作,这事关大笔收入,一切都是为了钱,这些人是亿万富翁…他们不会让赚钱机器停下来,执行长John Cochran声称关心斐济人民与经济…他们只在乎自己的荷包,总理也一样…希望15%的税收会用于经济和人民,而非落入总理和亲信的口袋。 |
31 | ফিজি টুডেতে ডুনা মন্তব্য করেছেন, তিনি লিখেছেন: | Duna在Fiji Today写道: |
32 | এখানে কর প্রদানের দায় কমিয়ে আনা এবং অন্য কোথাও ট্যাক্স প্রদানের মূল্যায়নের বিষয়টি উপলব্ধি করা। এতে ফিজি ওয়াটার লাভবান হবে। | 低报价值会减少斐济的税收及他国的进口税,还是Fiji Water得利,一箱Fiji Water收据金额是25美元至40美元,该公司赚进大把钞票,而斐济得到零头,斐济对移转定价(transfer pricing)缺乏明确规范,才会课征资源税,必须尽快补救。 |
33 | এক বাক্স ফিজি ওয়াটার পানির বোতলের মূল্য ২৫ থেকে ৪০ ডলার। তারা সেখানে প্রচণ্ড লাভ করছে আর ফিজি এর জন্য কেবল সামান্য অর্থ পাচ্ছে। | 署名“Water under the bridge? |
34 | দেশটি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য অদ্যাবধি “উৎস” কর আইনকে সুনির্দিষ্টভাবে পরিষ্কার করেনি। আমি দেখতে পাচ্ছি শীঘ্রই তা ঠিক করা হবে। | Forget it”在Fiji: The Way It Was, Is and Can Be留言: |
35 | ফিজি: দি ওয়ে ইট ওয়াজ, ইজ এন্ড ক্যান বি-তে ওয়াটার আন্ডার দি ব্রীজ? | Fiji Water在搞什么鬼? |
36 | ফরগেট ইট মন্তব্য করেছে: ফিজি ওয়াটার নিয়ে আসলে কি ঘটছে? | 该公司过去24小时一定感受到反效果,才会被迫退让。 |
37 | একজন কেবল এই সিদ্ধান্তে আসতে পারবে যে, বিগত ২৪ ঘন্টায় সে যে আঘাতের মুখোমুখি হয়েছে, সেটা তাকে এই রকম অপমানজনকভাবে পিছু হটতে বাধ্য করেছে। | Mother Jones等美国网站都收到许多美国消费者留言,指称Fiji Water将营运中心设于欧洲避税天堂及开曼群岛,此次事件与面子是否有关? |
38 | যুক্তরাষ্ট্রের সাইট যেমন মাদার [জোনস] দেখছে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছ থেকে ফিজি ওয়াটার সম্বন্ধে ক্ষতিকর মন্তব্যের ঢেউ আসতে শুরু করেছে, যারা কর প্রদান না করার প্রচেষ্টায় ইউরোপের যে সমস্ত জায়গা কর প্রদানের জন্য স্বর্গ এবং কেইম্যান আইল্যান্ডে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। | |
39 | এই অসাধারণভাবে মুখোমুখি হবার সাথে কি এর কি কোন সম্পর্ক রয়েছে? …. ভয়ঙ্কর ভাবে আচরণ ভঙ্গের জন্য ফিজি ওয়াটারকে নেতাদের এবং জাতির কাছে ফিজির ঐতিহ্যবাহী প্রথায় ক্ষমা চাওয়ার প্রয়োজন। | Fiji Water应该为失礼行为,以传统方式向斐济人民及国家致歉,在这次令人作呕的事件后,我真想让他们卑躬屈膝,或永远离开斐济,该公司得花很多时间,才能重建一般民众与愤怒政府的信心。 |
40 | আমি দেখতে চাই এই বিরক্তিকর ঘটনার পর তার দয়া ভিক্ষা করছে অথবা চিরতরে এই দেশটি ছেড়ে চলে যাচ্ছে। এক ক্ষুব্ধ শাসকগোষ্ঠী ছাড়া, সাধারণ জনতার কাছে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা ঠিক করতে অনেক লম্বা সময় লাগবে। | Fiji Water或许是优良商品,但老板却是一群混蛋,不惜将整个国家推向危险边缘,只为避免因使用天然资源付费,可耻,可耻,可耻。 |
41 | ফিজি ওয়াটার হয়ত একটা ভালো পণ্য কিন্তু তাদের মালিকরা বেজন্মা, যারা পুরো আমাদের জাতীয় সম্পদের এক ন্যায্য অংশ প্রদান না করার জন্য পুরো জাতিকে খাদের কিনারায় নিয়ে যেতে চায়। | |
42 | লজ্জা, লজ্জা, লজ্জা কিউই ওয়াটার? | Kiwi Water? |
43 | ফিজিতে এখন আলোচনা পাল্টে ফিজি ওয়াটার কি উপায়ে কর প্রদান করতে যাচ্ছে সে বিষয়ে পরিণত হয়েছে। | 斐济社会的话题已经转向,讨论该公司会如何避税,例如传言指称,该公司老板Resnick夫妇在2008年时,已收购纽西兰基督城外的Spring Fresh瓶装水品牌。 |
44 | গুজব রয়েছে যে ফিজি ওয়াটারের মালিক, কোটিপতি আমেরিকান দম্পতি স্টুয়ার্ট ও লিন্ডা রেসনিক ২০০৮ সালে স্প্রিং ফ্রেশ নামক বোতলজাত পানি কোম্পানী কিনে নিয়েছে। | |
45 | এটি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বাইরে অবস্থিত। তারা ২০০৮ সালে কোম্পানিটি কেনে। | 2008年斐济政府首度提出向瓶装水工厂课税的想法,几个月后,这对夫妇便收购这家纽西兰品牌,引起有些博客及论坛成员注意。 |
46 | সে সময় যখন প্রথমবারের ফিজি সরকার পানির বোতলের উপর কর ধার্য করে তার ঠিক একমাস পরে তারা কোম্পানিটি কিনে নেয়। | |
47 | এই বিষয়টি কিছু ব্লগার এবং ফোরামে লেখা পোস্ট করা ব্যক্তির নজর এড়িয়ে যায়নি। ফিজি বোর্ড এক্সাইলে রিয়াল জ্যাক দাবি করছে: | real jack在Fiji Board Exiles提出一种假设: |
48 | আমরা এমন এক জয় লাভ করেছি, যাতে ভবিষ্যতে আমাদের ক্ষতির সম্ভবনা রয়েছে (পিরুয়িক ভিক্টরি)…. এই পরিমাণ কর প্রদান করতে হলে প্রতি মাসে তাদের ৩. | 斐济这场胜利的代价很高…若要课征新税率,该公司必须每月抽取350万公升用水,Fiji Water表明无力负担这项税率,若为避税,他们只需将用水控制在350万公升以下即可,换言之,斐济瓶装水生产量会下滑,出口量也会下滑。 |
49 | ৫ মিলিয়ন পানি উৎপন্ন করতে হবে। | 该公司去年出 口价值1. |
50 | কাজেই এর মানে হচ্ছে যে সেই নির্দিষ্ট পরিমাণ করা প্রদান এড়ানোর জন্য তারা প্রতি মাসে ৩. ৫ মিলিয়ন লিটার পানি উৎপন্ন করবে না। | 3亿美元的产品,使用近6000万公升用水,亦即每月约500万公升,若要控制在每月350万公升,每年用水就要降至4000万公升,等于水量 减少2000万公升以上。 |
51 | তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা এই পরিমাণ করের বোঝা বহন করতে পারবে না। | 这2000万公升必须从其他地方补足,才能符合配送协议内容,或许就来自纽西兰。 |
52 | এর মানে হচ্ছে পানি উৎপাদনের পরিমাণ কমে আসবে এবং আমাদের পানি রপ্তানির পরিমাণ কমে আসবে। | 简而言之,斐济出口量下滑,政府收入也下滑,也得不到新税预计能提供的2200万税金。 |
53 | এই সমস্ত ব্যক্তিরা গত বছর ১৩০ মিলিয়ন ফিজি ডলার সমমানের পানি বিক্রি করে- তারা বছরে ৬০ মিলিয়ন লিটার পরিমাণ পানি বিক্রির কাছে চলে যায়, যার মানে এই সময় প্রতি মাসে ৫ মিলিয়ন লিটার পানি তারা উৎপন্ন করেছে। | |
54 | তার মানে যদি তাদের প্রতি মাসে ৩. ৫ মিলিয়ন লিটারের কম পানি উত্তোলিত করতে হলে তাদের উৎপাদন বছরে ৪০ মিলিয়ন লিটারের নীচে নামিয়ে আনতে হবে। | 这并非双赢策略,只有Fiji Water赢了。 |
55 | তার মানে বছরে ২০ মিলিয়ন লিটার পানি রপ্তানী কমে আসবে, সম্ভবত তারচেয়েও বেশী। এই ২০ মিলিয়ন লিটার অন্য কোথাও থেকে আসবে। | 照片来自Wikimedia Commons的Verne Equinox |
56 | কারণ তারা যে পরিমাণ পানি সররাহ করার চুক্তি করেছিল সেই পরিমাণ পানি তাদের প্রয়োজন-এবং এ কারণে নিউজিল্যান্ডের কোন জায়গায় তাদের পানির উৎস করা হয়েছে। | |
57 | তার অর্থ খুব সাধারণ, (ক)আমাদের পানি রপ্তানির পরিমাণ কমে আসবে- তার মানে ফিজিতে আগের চেয়ে কম টাকা আসবে: (খ) সরকার যে ২২ মিলিয়ন টাকা কর হিসেবে পাবার পরিকল্পনা করছে, তা তারা পাবে না। | |
58 | এখানে উভয়ের জয়ের সম্ভবনা নেই। ফিজি ওয়াটার জিতবে। | 校对:Soup |