# | ben | zhs |
---|
1 | ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুর | 新加坡悬浮照计划 |
2 | জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন' আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে। তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে। | 陈杰登(Jayden Tan)和张杰夫(Jeff Cheong)飘浮在新加坡各处,他们传授学生拍出悬浮照的秘诀。 |
3 | আমরা এই ভাসমান আলোকচিত্রকে গভীরভাবে নিয়েছি। | 这项计划在新加坡获得关注,很多人也注意到悬浮照的创意性。 |
4 | এতে কোন কেবলের (দড়ি) সাহায্য নেয়া হয়নি, সাহায্য নেয়া হয়েছে ঘাম আর উদ্যমের। | 我们很重视悬浮照,不是玩玩而已。 |
5 | কোন ফটোশপ নয়, নয় কোন স্পর্শ। | 这不是靠着吊钢丝拍出来的,全部都是由汗水与热情所创造出来的。 |
6 | আমরা শুধুমাত্র রঙ সংশোধন করেছি একটি নির্দিষ্ট আবহ তৈরী করার জন্যে। বুঝেছেন নিশ্চয়ই | 没有经过任何图像处理软件,不过我们的确有调整颜色改变气氛。:-) |
7 | জেডেন এবং জেফ তাদের বিস্ময়কর আলোকচিত্রগুলি আমাদের গ্লোবাল ভয়েসেসের পাঠকদের সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দিয়েছে। | 经过谭杰登和张杰夫的允许,全球之声的读者可以欣赏到他们杰出的照片。 |
8 | তাদের সাথে আমাদের একটি ইমেইল সাক্ষাৎকার নিচে দেওয়া হলো। | 以下是我们透过电子邮件与他们的对话。 |
9 | কী আপনাদেরকে এই প্রকল্পটি শুরু করতে অনুপ্রাণিত করেছে? | 是什么启发,让你们开始这项计划? |
10 | কখন আপনারা এই প্রকল্প শুরু করেছেন? | 是什么时候开始这项计划的呢? |
11 | নাৎসুমি হায়াশি তার মধ্যাকর্ষণ-বিরোধী ছবি তোলার মাধ্যমে ভাসমান আলোকচিত্রকে বিখ্যাত করেছেন। | 东京飘浮少女(Natsumi Hayashi)因为反引力的悬浮照而走红。 |
12 | এবং তারপর থেকে এশিয়ার অনেকে এই উন্মাদনায় যোগ দিয়েছেন এবং তাদের দৈনন্দিন (আটপৌরে) জীবনের প্রবহমান কর্মকাণ্ডে লিপ্ত থেকে তাদের নিজেদের ‘ভাসমান' অমত্ত ছবিগুলো ভাগাভাগি করা শুরু করেছেন। | 从那时起,亚洲掀起一阵狂潮,大家开始分享自己“飘浮”于日常生活的照片。 |
13 | গত বছরের জুলাইতে আমরা ফেসবুক পৃষ্ঠাটি চালু করেছি। | 去年七月左右,我们也在脸书上开了一个新的页面,加入这阵狂潮。 |
14 | স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আপনারা কী কী প্রতিক্রিয়া লাভ করেছেন? | 当地人民给予你们什么样的反应? |
15 | কয়েকটি দল সিঙ্গাপুরে ভাসমান আলোকচিত্র তুলছে। | 新加坡有很多人在拍悬浮照,我们是对悬浮照抱有相同热情而认识的。 |
16 | আমরা সবাই একই আবেগ দিয়ে সংযুক্ত এবং এটা খুব ভাল যে স্থানীয় পত্রিকাগুলো এই বিশেষ আগ্রহী দলটির বিষয়ে প্রথম পাতায় একটি কাভারেজ দিয়েছে! | 更棒的是,本地报纸还把这些拥有特别兴趣的人放在头版报导! |
17 | এই প্রকল্পটিতে আপনাদের প্রিয় আলোকচিত্র কোনগুলো? | 在这项计划中,哪些是你们最喜欢的照片? |
18 | আমাদের পছন্দ গত বছরের ক্রিসমাসের সর্বশেষ অ্যালবামটি। | 我们最喜欢去年圣诞节拍的照片,那是最近更新的相簿。 |
19 | আমরা নৃত্যশিল্পী, খাদ্য-বিষয়ক ব্লগার এবং আমাদের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে কাজ করেছি। | 我们与舞蹈家、美食博客和一些我们的朋友合作。 |
20 | এত বড় একটা দলের ছবি তোলা যেন একটি মহাকাব্যিক ব্যাপার। | 在这么多人合作下,拍出来的照片就如史诗般辉煌壮丽。 |
21 | অ্যালবামটির থিম ছিল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্রিসমাস এবং আমরা মনে করি ক্রিসমাসের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে এটা জাদুর মতো কাজ করেছে। | 我们的主题是热带圣诞节,我们认为这能散播圣诞节欢乐的气氛。 |
22 | অন্য যেটি আমরা পছন্দ করেছি সেটি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অ্যালবামের তোলা ছবিটি। | 另外,我们也很喜欢在新加坡樟宜机场拍的相簿。 |
23 | ভাগ্য ভাল যে আমরা বিমানবন্দরটির ট্রানজিট এলাকার ছবি তোলার অনুমতি পেয়েছি। | 我们很幸运能够获得允许,在过境区拍摄。 |
24 | প্রজাপতির বাগান, গতিশীল বৃষ্টির ভাস্কর্য এবং ছাদের উপরে একটা সুইমিং পুলের মতো খুবই আকর্ষণীয় পটভূমিসহ বিমানবন্দরের দৃশ্য খুবই সুন্দর। | 机场里有很漂亮也很有趣的背景,像是蝴蝶园、雨之舞动态雕塑还有空中游泳池。 |
25 | ভাসমান আলোকচিত্র প্রকল্প নিয়ে এবছরের পরিকল্পণা | 关于悬浮照,今年有什么计划吗? |
26 | আমরা এই মজা এবং সৃজনশীল নতুন নতুন গল্প বলা চালিয়ে যাবো আর পূর্ববর্তী অ্যালবামের কৃতিত্বকে অতিক্রম করার জন্যে নিজেদের চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবো। | 我们会持续进行这项有趣又具创意性的计划,并且自我挑战,希望能够超越之前的相簿。 |
27 | শেষাবধি আমরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কাজ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। | 最近,我们有机会能够与学生分享我们的相簿,有趣的事物总有一些轻松愉快的技巧可以传授。 |
28 | এবং এর মজার দিকটি হলো যে এতে ছড়িয়ে দেওয়ার মতো উচ্ছ্বল কিছু জীবনের দক্ষতা রয়েছে। | 要补捉最完美的瞬间,拍出悬浮照,需要非常多的努力。 |
29 | ভাসমান আলোকচিত্রের নিখুঁত ছবিটি তোলার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। | 我们在过程中与彼此所分享的是,坚持不懈、不屈不挠与追求完美的过程。 |
30 | এতে অধ্যবসায়, দৃঢ়তা এবং উৎকর্ষের শিক্ষা রয়েছে যা আমরা তাৎক্ষণিক প্রয়োগ হিসেবে ভাগাভাগি করে থাকি। | 这个课程结束时,实际操作的经验会赋予学生们对于工作的责任感。 |
31 | হাতে-কলমে শিক্ষা দিয়ে অধিবেশনটি সমাপ্ত হয় যেখান থেকে তারা কাজটি সম্পর্কে একটি সম্যক ধারণা পায়। | 但是,当作品的成果出来时,伴随而来的是骄傲与敬畏。 |
32 | কিন্তু ফলাফলটি দেখার পর গর্ব এবং বিস্ময়ে তাদের বুক ফুলে উঠে এবং এটা বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস যোগায়। | 看见自己正在做不可能的事,会为这些孩子们带来成就感。 |