# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়া: পশ্চিম সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে | 印度尼西亚:西苏门答腊发生强震 |
2 | ইন্দোনেশিয়ার পাদাং-এ এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত বুধবার (৩০শে সেপ্টেম্বর) পশ্চিম সুমাত্রার স্থানীয় সময় বিকেল ৫ টায় এই ভূমিকম্প আঘাত হানে। | 印度尼西亚当地时间9月30日下午五点左右,西苏门答腊的巴东(Padang)发生强震。 |
3 | পাদাং-এর একজন ইউটিউব ব্যবহারকারী সেখানকার একটি ভিডিও ইউটিউবে দিয়েছে: | 一位YouTube用户上传在巴东的录像: |
4 | সমুদ্রের নীচে তৈরি হওয়া এই ভূমিকম্পের পরিমাপ ছিল রিখটার স্কেলে ৭. ৬ মাত্রা। | 此次海底地震芮氏规模达7. |
5 | এই ভূমিকম্প বড় বড় অনেক অনেক ভবন ধ্বংসস্তুপে পরিণত করে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এই ঘটনা ঘটে পাদাং-এর এক উপকূলীয় এলাকা পারিয়ামানের চারপাশে। | 6,造成众多建筑物损害与人员伤亡,受灾区域以巴东沿海的Pariaman为主。 |
6 | টু্ইটপিকে ছবিটি উঠিয়ে দিয়েছে মার্সেলোডেকারান | 照片来自Twitpic用户marcellodecaran |
7 | এর ঠিক আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভারতের জন্য এক আন্তর্জাতিক সুনামি সংকেত জারি করা হয় [ইন্দোনেশিয়ান ভাষায়], কিন্তু এক ঘণ্টা পরে এই সংকেত উঠিয়ে নেওয়া হয়। | |
8 | ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আনতারা জানায়, এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে, কিন্তু ধ্বংস স্তুপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। | |
9 | এদিকে এই ঘটনার পর, যদি আবার কোন ভূমিকম্প আঘাত হানে এই ভয়ে অনেকে বাড়ির বাইরে থাকতেই পছন্দ করছে [ইন্দোনেশিয়ান ভাষায়]। | 国际单位随后针对印度尼西亚、泰国、马来西亚及印度发布海啸警报[印度尼西亚文],在地震后一小时才解除。 |
10 | আনতারা জনায়, ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনপিবি) বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা প্রধান পুর্নমো সিডিকের মতে, পশ্চিম সুমাত্রার সাথে যোগাযোগের অভাবের কারণে জাকার্তায় বিএনপিবির সদর দপ্তরে এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি। | |
11 | শহরের পঞ্চাশ শতাংশ অংশ ক্ষতির হাত থেকে বেঁচে গেছে এবং পাদাং-এ যে সমস্ত বিমান অবতরণ করার কথা ছিল, সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে, কারণ শহরের মিনাংকাবায়ু বিমান বন্দরের রানওয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। | |
12 | ইন্দোনেশিয়ার টুইটার জগৎ সমবেদনাপূর্ণ বার্তায় ভরে গেছে, আত্মীয় স্বজনরা চারপাশের খবর এবং ত্রাণের সংবাদগুলো সব সময় তাজা রাখছিল। মার্টিমানুরাং: দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য দক্ষিণ এবং উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রাকে সাহায্য করবে। | 印度尼西亚新闻通讯社Antara报导,震灾死亡人数已累积至75人,不过由于许多受害者仍掩埋在瓦砾堆里,未来死伤人数还可能再攀升,许多民众也宁愿待在户外[印度尼西亚文],以免再度发生地震。 |
13 | ভেরাআলেকজান্দ্রা: ঈশ্বর দয়া করে পাদাং-এ আমাদের ভাই এবং বোনদের সাহায্য করুন… তাদের শক্তি এবং সাহস দিন…আমিন। আদিডডমিট: পাদাং-এ ভূমিকম্পের পরে যে ধ্বংসলীলা সাধিত হয়েছে, আমি তার চাক্ষুষ সাক্ষী। | 全国防灾委员会首席秘书Purnomo Sidik向通讯社Antara表示,由于西苏门答腊地区通讯设备受损,委员会位于首都雅加达(Jakarta)的总部尚未接获现场详细信息。 |
14 | সেদিন সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত ও বিদ্যুৎ না থাকার কারণে উদ্ধার কার্য স্থগিত রাখতে হয়। | 巴东市半数地区蒙受灾害,Minangkabau机场跑道也受损,导致飞往巴东的班机取消。 |
15 | শহরের ৭৫ শতাংশ অংশ সেদিন বিনষ্ট হয়ে গিয়েছিল। | 印度尼西亚Twitter用户写下许多哀悼讯息、与亲属相互联络,以及搜救报导。 |
16 | এই ঘটনার যারা শিকার ঈশ্বর তাদের শক্তি ও সাহস প্রদান করুন, আমিন। উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা সংসদের নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতির পরিমাপ করতে ছয়জন মন্ত্রীকে সেখানে পাঠান। | henzter:刚收到一位朋友的手机简讯,@sumbar:还在寻找我兄弟,我在祈祷。 martinmanurung:东苏门答腊与南苏门答腊各省将帮助西苏门答腊搜救。 veraalexandra:上帝请帮助我们在巴东的兄弟姐妹…给予他们力量与坚忍精神…阿门。 aditdmid:我刚目击巴东地震后情况,今晚因大雨与断电而延后撤离,城市75%地区都瘫痪,希望灾民获得力量与坚忍精神,阿门。 |
17 | আউলিয়া: আমরা আপনার জন্য ভোট দিয়েছি। এই বিষয়ে আমাদের প্রথম সরাসরি অনুরোধ, এই ভূমিকম্পে যারা ক্ষতির শিকার তাদের জন্য আপনার পকেট খরচ দান করুন। | 副总统卡拉(Jusuf Kalla)缩短新国会议员宣誓典礼,并派遣六名内阁官员前往评估灾情。 |
18 | আপনার চেয়ে তাদের এই পয়সার বেশি প্রয়োজন। স্থানীয় সময় রাত ১১. | aulia:我们曾投票给你,我们第一件正式要求,便是希望你把零用钱捐给灾民,他们比你更需要这些钱。 |
19 | ৪৫ মিনিটে ডারলিং আলিহ বলছে: | darlingalih在当地时间晚上11点45分表示: |
20 | পাদাং-এ, পুনরায় জিপিআরএস ইন্দোসাট [লেখকের টীকা: ইন্দোসাট, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানী]-এর নেটওয়ার্ক চালু হয়েছে। আমরা আপনাকে পাদাং-এ যোগাযোগ বজায় রাখার জন্য, ব্লাকবেরি মোবাইল ফোনের বিভিন্ন টুল, যেমন, ই-মেইল, ব্লাকবেরি ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার বা ফেসবুক ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। | darlingalih:RT @isatbb:(印度尼西亚第二大手机服务商)GPRS Indosat已在巴东恢复服务网络,我们建议各位联络巴东民众时,使用各项黑莓服务:电子邮件、BBM、YM、FB。 |
21 | সমাজ কল্যাণ মন্ত্রী আবু রিজাল বাকরিই বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে শহরের কাঠামো ধ্বংস হয়ে যাবার ফলে, বিষয়টি এই এলাকার জন্য অনেক বড় প্রভাব ফেলবে, যেমনটি হয়েছিল ২০০৬ সালে যোগজাকার্তার ভূমিকম্পে। | 社会福利部长Abu Rizal Bakrie表示,近期地震造成基础建设严重毁损,情况可能如同2006年爪哇(Java)地震。 |