# | ben | zhs |
---|
1 | আরব বিশ্ব: ছবির মাধ্যমে গল্প বলা | 阿拉伯:图像说故事 |
2 | মধ্যপ্রাচ্য অঞ্চলের দুই ব্লগার তাদের ক্যামেরা হাতে নিয়ে মানুষের শখ এবং নানা বিচিত্র জিনিশের ছবি তুলেছেন এবং মন্তব্য সহ ব্লগে প্রকাশ করেছেন। | 两位博客带着相机,游走阿拉伯世界各地,拍摄并评论各种吸引注意力的事物与习惯。 |
3 | সিরিয়া থেকে বেশর০৯৪ এই ছবিটি প্রকাশ করেছেন এবং লিখেছেন: | beshr094在叙利亚张贴以下照片后写道: |
4 | কুৎসিত দেয়াল | 丑陋的墙面 |
5 | আমার প্রশ্ন, সিরিয়ার প্রকাশনীগুলোর জন্যে কি কোন নীতিমালা ঠিক করা আছে? এখানের রীতি অনুযায়ী আপনি যদি কোন বিজ্ঞাপন প্রচার করতে চান তাহলে প্রকাশনীকে কাজ দিলে তারা পোস্টার ছাপিয়ে তাদের লোক দিয়ে সেটা শহরের বিভিন্ন দেয়ালে লাগায়। | 其实我很在乎我的国家,希望它能呈现最佳样貌,和那些没有半点智慧的人大不相同,我想问,叙利亚对张贴传单没有任何规范吗? |
6 | সমস্যা হচ্ছে তারা মনে করে যে দেয়ালগুলো তাদেরই এবং প্রতিটি ফাঁকে তারা পোস্টার লাগানো চেষ্টা করে। ছবিতে দেখা যাচ্ছে তার ফল। | 若人们打算印刷广告或任何传单,会派人将广告张贴于墙上,彷佛广告归张贴工所有,这些工人行走于城市各处,找到任何空隙就把广告或海报贴上。 |
7 | আপনারা কি মনে করেন? কুয়েত থেকে ফ্রান্কোম এই সোনালী লেক্সাস গাড়ীটি দেখেছেন যা তার দৃষ্টি আকর্ষণ করেছেন। | 结果就和照片里情况一样,各位有何看法? |
8 | তিনি বলেছেন: | Frankom在科威特注意到这辆金属色的Lexus轿车: |
9 | সোনালী লেক্সাস গাড়ী | 黄金Lexus |
10 | আমি পড়েছি এইসব গাড়ীর কথা যেগুলোর পরিবর্তন করা হয় এবং বিচিত্র সব রঙ করা হয়। | 我曾读过报导,有些人改装轿车,并漆上奇怪的颜色! |
11 | কিন্তু আমি ঘুণাক্ষরেও কল্পনা করিনি এমন এক রঙের গাড়ী আমার সামনে পার্ক করা থাকবে। গত রাতে অ্যাভেনিউস মলের সামনে থেকে এই ছবিটি তুলি আমি। | 但我从没想过这种车会停在我眼前,这是我昨晚离开The Avenues购物中心时拍下的照片,是辆Lexus 460,车牌来自阿拉伯联合大公国的阿布达比,整辆车都漆成金色。 |
12 | এ সোনালী রঙের গাড়ীটি লেক্সাস , ৪৬০ মডেল এবং আবুধাবীর নম্বর প্লেট তার। | 校对:Soup |