# | ben | zhs |
---|
1 | ভারত: ভুপাল গ্যাস দুর্ঘটনার রায়- অনেক দেরিতে অনেক কম শাস্তি? | 印度:波帕尔毒气惨案判决–太轻又太迟? 在波帕爾抗議的婦女。 |
2 | ১৯৮৪ সালের ডিসেম্বর ২-৩ তারিখ রাতে ভারত তার সব থেকে খারাপ কারখানা বিপর্যয়ের মুখোমুখি হয় যখন মধ্য প্রদেশের ভুপালে ইউনিয়ন কার্বাইড (ইউসিয়আইএল) কীটনাশক প্লান্ট থেকে কয়েক টন ভয়ঙ্কর মিথাইল আইসোসায়ানেট (এমআইসি) গ্যাস আর অন্যান্য বিষাক্ত পদার্থ নির্গমণ হয়, যার ফলে উচ্চপর্যায়ের বিকিরণ ঘটে। | 圖片來自Flickr用戶 obbino,依據創用CC授權使用。 经过1984年12月2日到3日间的晚上,睡醒后的印度迎接的是该国最惨重的工业灾害,当晚有好几吨致命的异氰酸甲酯气体与其他有毒物质,从位于中央邦波帕尔市的联合碳化(Union Carbide)农药厂公司外泄出来,因为大规模的毒气接触污染,造成数以千计的民众死亡,数量数倍于此的民众因而终生残废。 |
3 | এতে হাজার হাজার মৃত্যু আর আরো অনেক হাজার জীবন পঙ্গু হয়ে যায়। ২৫ বছরের বেশী সময় পরে ভুপালের একটা আদালত ইউনিয়ন কার্বাইডের ভারতীয় শাখাকে দোষী করে রায় দিয়েছে আর ৮ জন ভূতপূর্ব ইউসিআইএল কমকর্তাকে (সবাই ভারতীয়) দোষী সাব্যস্ত করেছেন ভারতীয় দন্ডবিধির ধারা ৩০৪-এ অনুসারে অপরাধী হিসেবে (অবহেলার কারনে মৃত্যু ঘটানো), ৩০৪-২ (শাস্তিযোগ্য নরহত্যা যা হত্যার সামিল না), ৩৩৬, ৩৩৭ আর ৩৩৮ (বড় মাপের অবহেলা) অনুসারে। | 在超过 25年之后,波帕尔的法院宣判联合碳化印度公司裁定有罪,该公司8名前主管(均为印度人)也遭定罪,判决依据为印度行法第304-A条(过失致死)、 304-II条(不及于谋杀之杀人罪)、336、337与338条(严重过失)。 |
4 | তাদের প্রত্যেকের ২ বছরের জেল আর ভারতীয় রুপিয়া ১০০,০০০ (প্রায় আমেরিকান ডলার ২০৯৭) জরিমানা করা হয়। ইউসিয়আইএলকে ভারতীয় রুপিয়া ৫০০,০০০ (প্রায় আমেরিকান ডলার ১০,৪৮৩) জরিমানা করা হয়। | 主管每人被处以2年有期徒刑与10万卢比(约为2097美元)的罚金,而 联合碳化公司则遭判处50万卢比(约为10483美元)罚金。 |
5 | তবে তখনকার ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ওয়ারেন এন্ডারসন এর কোন উল্লেখ নেই রায়ে যিনি জামিন এড়িয়ে, দেশ থেকে পালিয়ে যান আর তাকে পলাতক ঘোষণা দেয়া হয় যখন তিনি আমেরিকা থেকে ভারতে এসে বিচারের সম্মুখীন হতে অস্বীকৃতি জানান। | 然而,判决中并未提及沃伦安德森(Warren Anderson)这位联合碳化当年的总裁,他当时弃保逃离印度,在拒绝自美国返回印度受审之后,已被宣告为潜逃犯(absconder)。 |
6 | অনেক ধারণা আর আশা ছিল সকাল থেকে যখন মানুষ রায়ের অপেক্ষায় ছিল। | 从早晨大家等待这个判决起,便一直有诸多猜测与期待,大多数印度人觉得这个判决来的太晚,无法提供波帕尔毒气惨案受害者救助以及任何交代。 |
7 | তবে বেশীরভাগ ভারতীয় মনে করেছে যে খুব দেরিতে দেয়া হচ্ছে ভুপাল গ্যাস দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণের এই মামলার রায়। | 推特上满是反映大家心情的意见-从充满希望到抱持怀疑都有。 |
8 | টুইটারে মন্তব্য ভরা ছিল যেখানে মানুষের মনোভাব বোঝা যাচ্ছিল- যার মধ্যে আশাবাদী থেকে সংশয়পূর্ণ কথাবার্তা ছিল। | viral_gandhi11:噢,今天波帕尔毒气惨案要判决! |
9 | ভিরাল_গান্ধী১১: ওহ ভুপাল গ্যাস দুর্ঘটনার রায় ২ দিনে! | 我有个朋友的父亲在这宗惨案中丧生,我希望他获得些许正义,尽管现在才判太晚了! |
10 | আমি আশা করছি আমার বন্ধু যে তার বাবাকে এই দূর্ঘটনায় হারিয়েছে ন্যায় পাবে কিছুটা, যদিও এখন অনেক দেরি হয়ে গেছে! | senthilkumarc:波帕尔毒气惨案…判决日在今天。 |
11 | সেনথিলকুমারসি: ভুপাল গ্যাস দূর্ঘটনা…রায়ের দিন আজ। | 希望判决的宣判可以完全彰显正义,虽然说中央调查局已经淡化这个案子。 |
12 | আশা করছি রায় যেটা ঘোষণা করা হবে তাতে পুরো ন্যায় বিচার হবে যদিও সিবিআই মামলা এরই মধ্যে দুর্বল করে ফেলেছে। | chaitannya:26年之后…波帕尔毒气惨案的案件判决日来了。 |
13 | চৈতন্য: ২৬ বছর পরে… ভুপাল গ্যাস দুর্ঘটনার রায়ের দিন এসেছে। | 一如往常,大鱼总是会逃过审判。 |
14 | স্বাভাবিকভাবে বড় মাছেরা বিচার এড়িয়ে গেছে। | Divyeshn:拖延正义就是否定正义。 |
15 | দিব্যেশএন: দেরিতে করা বিচার মানে বিচারে অস্বীকৃতি। | @波帕尔毒气惨案判决。 |
16 | @ভুপাল গ্যাস দুর্ঘটনার রায়। | rameshsrivats:过了26年的判决。 |
17 | রমেশশ্রীভাতস: ২৬ বছর পরে রায়। | 真实的波帕尔毒气惨案在司法体系里就跟空气一样。 |
18 | আসল ভুপাল গ্যাস দুর্ঘটনা বিচার ব্যবস্থার গরম বাতাস। | 有些网友很快就把拖延许久的波帕尔事件,拿来与最近墨西哥湾英国石油深水地平线油井已经在处理中的灾难做比较。 |
19 | কিছু নেটিজেন দ্রুত তুলনা করেছেন ভোপাল ঘটনার বিচারের দীর্ঘসূত্রীতা আর সাম্প্রতিক গালফ অফ মেক্সিকোতে বিপির ডিপওয়াটার হরাইজন তৈলকূপ থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনার দ্রুততার সাথে বিচারের। | shahhameed:波帕尔惨案:印度政府应该要让联合碳化像英国石油负责漏油灾难一样担起责任。 |
20 | শাহহামিদ: ভুপাল দুর্ঘটনা- ভারতীয় সরকারের দরকার ইউনিয়ন কার্বাইডকে দায়ী করা যেভাবে আমেরিকা তেলের দুর্ঘটনার জন্য বিপিকে চেপে ধরেছে। | 对这场判决的回应已经开始在当地民众以及过去25年来一直为此案件受害者抗争的行动者之间涌现出来,他们觉得政府、调查局与司法体系不仅辜负了波帕尔人民,也开了一个有害的先例,让在此国设立工厂营运的大型外国公司顺理成章地只需负担少许责任。 |
21 | রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। | 博客Guhan Saravanan在他的博客中写道: |
22 | ওই স্থানের মানুষ আর গত ২৫ বছর ধরে যারা এই ঘটনার শিকারদের জন্য বিচার পাইয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তারা মনে করছেন যে সরকার, তদন্তকারী সংস্থা আর বিচার ব্যবস্থা ভুপালের মানুষকে কেবল হতাশই করে নি বরং অস্বাস্থ্যকর একটা উদাহরণ রেখেছে যে কিভাবে বড় বিদেশী কোম্পানি দেশে যারা শিল্প কারখানা স্থাপন করবে তারা কিভাবে কাজ করবে, বস্তুতই এখন থেকে খুব কম জবাবদিহীতা সহকারে। | |
23 | ব্লগার গুহান সারাভানান তার ব্লগে লিখেছেন: | 花了25年来定8个人的罪,然后把他们全丢进牢里2年。 |
24 | ২৫ বছর লাগল ৮ জন মানুষকে দোষী সাব্যস্ত করতে আর দুই বছরের জন্য তাদের জেলে দিতে। ভারতে, কেউ অবাক হয়নি- সময় এমনি দীর্ঘ লাগে। | 在印度,没人会觉得奇怪 - 这种事长期以来总是这样。 |
25 | আর যখন এটা কোন শিল্প দুর্ঘটনার জন্য হয় ভুপালের দুর্ঘটনার সমান, এটাই স্বাভাবিক, কারন ভারত সরকার এখানে জড়িত। | 而当这事扯到波帕尔这种等级的工业灾难,更是自然就会这样,因为印度政府也牵涉其中。 |
26 | সরকার আর শিল্প যখন লড়ছিল কার উপরে দায়িত্ব চাপিয়ে দেয়া যায়, কতটা ন্যায় ও যথেষ্ট ক্ষতিপূরণ হবে আর সেটা কিভাবে বিতরণ করা হবে- এই দুর্ঘটনার শিকারেরা ভুগেছে আর আজ পর্যন্ত ঠিকভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হয়নি। | 正当政府与企业还在争论责任谁担、多少补偿 才足够,而又能支付多少的同时,受害者仍持续受苦,而且至今还未适时的获得补偿。 |
27 | পুনর্বাসনের আর চিকিৎসার দাবি কেউ শোনেনি একইভাবে যেভাবে তাদের সমস্যার পুনর্তদন্তের দাবি। | 当受害者要求考量到他们的困难,提出复健与医疗照护需求时,却被当作耳边 风。 |
28 | ভুপাল গ্যাস দূর্ঘটনা গবেষণার বিষয়ে পরিণত হয়েছে মানবাধিকার আর মানবিকতার মধ্যের সম্পর্কে। | 波帕尔毒气惨案已经变成是人性与人权之间彼此相对的课题。 |
29 | রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো টুইটগুলোর কয়েকটি নীচে তুলে ধরা হয়েছে: | 许多推文对此项判决作出回应,在此摘录几则如下: |
30 | মোহিত_পানোয়ার: আজকে ভুপাল গ্যাস ট্রাজেডির রায়। | Mohit_Panwar:波帕尔毒气惨案今天判决。 |
31 | সর্বোচ্চ সাজা ২ বছরের। | 最长的刑期是2年。 |
32 | এটা যেন আবার সেই ১৫০০০ মানুষকে পুনরায় হত্যা করা। | 这就好像是第二次杀掉那些无辜的15000人。 |
33 | আমি এর বিরুদ্ধে। | 我反对这判决。 |
34 | আপনি? | 你呢? |
35 | পার্থি_ট্রেন্ডস: আদালতের এই রায়কে ভুপাল ট্রাজেডি ২য় সংস্করণ বলে বিবেচনা করা যায়… | parthi_trends :法庭这次判决可以被视作第二次@波帕尔惨案。 |
36 | সুপ্রিয়া১৩১০: ভুপাল গ্যাস নির্গমনের ৮ জন দোষী ২৫ বছর পরে ২ বছরের সাজা পেয়েছে…দাঁড়ান! | Supriya1310:8名波帕尔毒气外泄案的犯人被判处2年刑期…. |
37 | এটা কি মজা করা হচ্ছে?? | 在等了25年之后! |
38 | জেয়াগনেশ: ক্রোধ! | 这是开玩笑吗? |
39 | ভুপাল গ্যাস লিকের অপরাধীদের জামিন | jeyaganesh:怒! |
40 | শেখরকাপুর: ‘ভুপাল' যদি আমেরিকায় থাকত, সেই কোম্পানি আর সকল বীমা কোম্পানি লাটে উঠত বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেবার কারণে। | 波帕尔毒气外泄罪魁祸首金蝉脱壳 shekharkapur:如果「波帕尔」发生在美国,企业与所有保险公司会因为赔偿所需的总额而耗光资产。 |
41 | স্যাভিস্লাইভার: ভারতীয় আদালত ভোপাল দূর্ঘটনায় ৭ জনকে দায়ী করেছে, তারা হাজার হাজার মানুষ মেরে হাতে তালি দিয়ে বেরিয়ে গেল। | savvysliver:在波帕尔灾难中,印度法院判决7个人,他们杀害了数千人却只受到轻微的惩戒。 |
42 | এডভ্যেটবোরেট: ভোপাল গ্যাস দূর্ঘটনায় অনেক দেরিতে অনেক কম শাস্তি… | AdvaitBorate:对波帕尔毒气惨案而言太轻又太迟了:( |
43 | যখন রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর জন্য জানতে চাওয়া হয়, ইউনিয়ন কার্বাইড দায় এড়িয়ে গেছে এই বলে যে এটি ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের দায় যারা জবাব দেয়ার দায়িত্বে ছিলেন তাদের নয় (যেমন ইউনিয়ন কার্বাইড বা এর কর্মকর্তারা) আর তাদের মামলার একটা অংশ ভারতীয় আদালতের এখতিয়ারের মধ্যে। | 联合碳化公司对判决做出回应时,把自己撇清的干干净净,说那场灾难应该负责的联合碳化印度公司而不是他们(意指联合碳化总公司或者其高级职员),而且他们也不是这个印度司法管辖之下的案件所指涉的对象。 而议会中的在野党目前援引波帕尔案件, 寻求能重新思考提案讨论中的争议性核能责任法案,专栏作家/新闻记者Madhavan Narayanan或许已在推文中对目前最需要的做出了总结: |
44 | যেমন সংসদের বিরোধীদল এখন ভুপাল কেসের উল্লেখ করে পুনর্বিবেচনা দাবি করেছে প্রস্তাবিত বিতর্কিত পারমাণবিক দায়িত্বের বিলের ব্যাপারে সেই সূত্রে কলামিস্ট/ সাংবাদিক মাধবন নারায়নন এই টুইটে সম্ভবত সময়ের প্রয়োজনীয়তার কথা সব থেকে ভালো তুলে ধরেছেন: | 让我们将CSR的典范,转换成CSA:从企业社会责任(responsibility)转换成企业社会课责(accountability)。 |
45 | আসুন এই উদাহরণ সিএসআর থেকে সিএসএর দিকে আমরা ফেরাই: কর্পোরেট সামাজিক দায়িত্ব থেকে কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতার। | (译注:波帕尔毒气造成立即死亡的有2200多人,尔后在一周内死亡的有15000多人,因而本文中有两种死亡数据。) 图片来自Flickr的obbino |
46 | ছবির জন্যে কৃতজ্ঞতা: ফ্লিকার থেকে অব্বিনো | 校对:Soup |