# | ben | zhs |
---|
1 | বাংলাদেশ: পর্যটকরা সুন্দরবনের পরিবেশ নষ্ট করছে! শীতকাল বাংলাদেশে ভ্রমণের সবচেয়ে ভালো সময়। | 孟加拉:观光业毁全球最大红树林 |
2 | তাই বেশিরভাগ পর্যটকই ভ্রমণের জন্য এই সময়কেই বেছে নেন। ভ্রমণের তালিকায় তাদের প্রথম পছন্দের দিকে থাকে সুন্দরবন। | 因为游客制造的噪音与垃圾日增,不断伤害全球规模最大的红树林区域,范围从孟加拉一路延伸至印度东部,当地不仅是孟加拉虎栖地,亦拥有诸多野生动物,包括花鹿、鸟类、鳄鱼及多种蛇类。 |
3 | বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাস সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। | |
4 | রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ-সহ অসংখ্য প্রাণির আবাস সুন্দরবন। | |
5 | কিন্তু পর্যটকদের উৎপাতে বিপন্ন দশা এই সুন্দরবনের। সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের দেখে বনের প্রাণীরা যেমন বিরক্ত হচ্ছে, তেমনি পরিবেশও নষ্ট হচ্ছে। | 由于近来冬季气候温和,势必吸引大批游客前往Sundarbans森林,在此任意野餐及观光,不仅摧毁环境,亦打扰动物栖息,这座森林已名列联合国教科文组织世界遗产,每年将近十万人次国内外游客涌向当地,且每年都增加20%至30%。 |
6 | বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম এবং অনলাইনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। | |
7 | একদল পর্যটক সুন্দরবনে ঢুকছেন। | 此事在国内媒体及博客圈成为话题。 |
8 | ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 在Sundarbans森林健行的游客,照片由Mohammad Mustafizur Rahman拍摄,经许可后使用 |
9 | সুন্দরবনে প্রতিবছর প্রায় এক লাখ পর্যটক বেড়াতে আসেন। পর্যটকদের সংখ্যা প্রতিবছর ২০ থেকে ৩০ শতাংশ করে বাড়ছে। | 《The Daily Prothom Alo》报纸记者Iftekher Mahmud记录个人经验: |
10 | আর এদের বেশিরভাগই বনের পরিবেশের তোয়াক্কা না করেই ‘পিকনিক' আনন্দে মেতে ওঠেন। প্রথম আলোর সাংবাদিক ইফতেখার মাহমুদ সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন: | 早上十点,大批游客搭乘蒸汽船及其他小船涌入,蒸汽船一路驶向森林深处,播放的音乐震耳欲聋;船上游客随意将洋芋片空袋及保特瓶扔入河中,严重伤害环境。 |
11 | বেলা গড়িয়ে সকাল ১০টা বাজতেই লঞ্চ আর ছোট জালি নৌকায় পর্যটকদের আনাগোনা বেড়ে গেল। | |
12 | মাইকে বিকট শব্দে হিন্দি গান বাজতে বাজতে একটার পর একটা লঞ্চ বনের ভেতরে হানা দিতে লাগল। | |
13 | পর্যটকদের লঞ্চ চলে যাওয়ার সময় সুন্দরবনের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক চিপসের প্যাকেট ও পলিথিন নদীতে ভাসতে দেখা গেল। | |
14 | তারেক অণু সুন্দরবনে ঘুরতে গিয়ে সেখান থেকে তার ফেসবুকে পোস্ট করেন: | 赏鸟民众Tareq Onu在Facebook页面上也提到个人造访经验: |
15 | কিছু অসভ্য মানুষ দেখলাম যারা বনের ভিতরে, নদীর জলে প্লাস্টিকের ব্যাগ, বোতল নির্বিকারে নিক্ষেপ করে এবং তারস্বরে মাইক বাজিয়ে গান শোনে। | |
16 | এরা কেন আসে সুন্দরবনে! | 看到有些野蛮人任意将塑胶瓶与袋子丢进河里,又在森林里播放大声且恼人的音乐,这些人究竟为何前来Sundarbans森林? |
17 | সুন্দরবন ভ্রমণ করতে আসা এইসব পর্যটকদের অশিক্ষিত বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী: আমরা এখনো অশিক্ষিত পর্যটক, আমার এখনো জানিনা কোন এলাকাতে কি ভাবে ভ্রমণ করতে হয়। | Mohammed Arifur Rahman Chowdhury在《The Daily Prothom Alo》报纸网站上留言,认为这些观光客很无知: |
18 | বনের সোন্দর্য বিকট শব্দে গান বাজিয়ে হই হুল্লোড় করে উপভোগ করা যায় না। সুন্দরবনে অনেকগুলো নদী রয়েছে। | 观光客极为无知,我们仍不明白何谓旅游礼节,也不知道如何不打扰自然,若是大声播放音乐,就不可能享受森林里的平静。 |
19 | এই নদীপথে ২০১১ সালে জাহাজ ও কার্গো চলত ২৫টি। ২০১২ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৩০-এ। | 穿梭于Sundarbans森林里的船只数量也不断增加,当地在2011年只有25艘客货船,隔年却暴增至130艘以上,每天都大声使用水力发电汽笛,并排放肮脏废气与油污,进一步摧毁环境。 |
20 | এই জাহাজগুলোও প্রতিদিন হর্ন বাজিয়ে, দূষিত ধোঁয়া উড়িয়ে ও বর্জ্য তেল ফেলে বনের পরিবেশ নষ্ট করছে। | |
21 | জেলেদের মাছ ধরার জাল। ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। | 浮在河上的渔网,照片由Mohammad Mustafizur Rahman拍摄,经许可后使用 |
22 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। আবার মাছ ও পোনা ধরতে গিয়ে জেলেরাও বনের অনেক ক্ষতি করছেন। | 渔民在捕捞过程中,也摧毁了森林,Shopnobalok Ami在somewhereinblog博客写道: |
23 | সামহোয়ারইনব্লগে স্বপ্নবালক আমি লিখেছেন: | 渔民捕鱼蟹及蜗牛时,有时也会砍伐树木,与当天渔获一同绑在船边。 |
24 | মাছ বা কাঁকড়া ধরতে কিংবা শামুক-ঝিনুকের খোঁজেও যারা যান তারা যে স্রেফ মাছ-কাঁকড়া-ঝিনুক নিয়ে ফেরেন তা নয়। | |
25 | পথে গাছ কেটে নৌকায় তুলে কিংবা নৌকার সঙ্গে বেধে ভাসিয়ে নিয়ে আসেন। আশার কথা, পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে সুন্দরবন ভ্রমণের খসড়া নীতিমালা তৈরি হয়েছে। | 所幸希望仍在,为推广生态旅游、遏止污染行径,政府已草拟法案,禁止观光客携带任何可能危害环境的物品进入Sundarbans森林,包括麦克风、扩音器、化学产品、塑胶制品等,也禁止将食物丢入河中,船上也必须设置适当的垃圾桶与设备。 |
26 | সেখানে বলা হয়েছে, জীববৈচিত্র্য বা প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো শব্দযন্ত্র যেমন-মাইক, মাইক্রোফোন, রাসায়নিক দ্রব্য, পটকা, বাজি ইত্যাদি পর্যটকবাহী জলযানে রাখা যাবে না। | |
27 | পর্যটকদের ব্যবহৃত যেকোনো পরিবেশ দূষণকারী দ্রব্য যেমন-পলিথিন, প্লাস্টিক, কৌটা ইত্যাদি বা খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলা যাবে না। | |
28 | এ জন্য জলযানেই বর্জ্য রাখার ব্যবস্থা থাকতে হবে। | |