# | ben | zhs |
---|
1 | থাইল্যান্ড: বিমান বন্দরে আটকা পড়া বিদেশী | 泰国:深入机场抗争的外籍人士 |
2 | যখন প্রতিবাদকারীরা দুই সপ্তাহ আগে দুর্নীতিপরায়ন থাই সরকারের বিরুদ্ধে চুড়ান্ত লড়াই হিসেবে ব্যাংকক এয়ারপোর্ট দখল করে নেয় তখন বেশীর ভাগ বিদেশী ব্যাংকক বিমান বন্দর থেকে দুরে ছিল। | |
3 | কিন্তু বিমানবন্দরের ভেতরে একজন বিদেশীও ছিল প্রতিবাদকারীদের সাথে, যিনি সেখানে আটকা পড়েছিল। | |
4 | ফিনল্যান্ডের জোনাস পুটকোনেন পিএডি বা পিপলস এ্যালায়েন্স ফ্রম ডেমোক্রেসির কর্মীদের সাথে যোগ দেন এবং তাদের সাথে পাঁচদিন ও পাঁচরাত অবস্থান নেন। | |
5 | তিনি বিমানবন্দরের প্রতিবাদ কেন্দ্রে ঘুমিয়েছেন এবং খেয়েছেন। তিনি পাঁচটি গুলি ও দুটি গ্রেনেড আক্রমণ ঘটনার সাক্ষী এবং প্রতিবাদকারীদের প্রতিদিনের কাজকর্ম সরাসরি দেখেছেন। | 多数外籍人士都尽量远离泰国曼谷地区机场,因为许多抗争者于两周前占领机场,做为对抗「贪腐政府」的「最后战场」,不过还有一位外国人仍留在机场内。 |
6 | সৌভাগ্যবশত: তার কাছে একটি ভিডিও ক্যামেরা ছিল। এখন তিনি বিশ্বকে এই বিমানবন্দর অবরোধের ঘটনাগুলি সবার সাথে ভাগাভাগি করে নিতে চান যে ঘটনার তিনি চাক্ষুস সাক্ষী: | 芬兰的Janus Putkonen连续五天五夜,加入抗议的「人民民主联盟」群众中,他吃睡都在机场抗争中心完成,期间目睹五次枪击与三次手榴弹攻击,也得以观察每日抗争活动,幸好他带着摄影机,可以与全世界分享亲眼所见的抗争内部情况。 |
7 | গত নভেম্বর এর ২৬ তারিখে পিএডি ব্যাংককের দুটি প্রধান বিমান বন্দরের দখল করে ও অবরোধ করে। তাদের এই অবরোধের উদ্দেশ্য ছিল দেশের প্রধান সারির নেতাদের পদত্যাগ করানোর। | 「民盟」于11月26日占领曼谷两座主要机场,强迫要求国家领导人辞职,后来在上周达成目标,宪法法院以选举舞弊有罪为由,下令解散执政党。 |
8 | তাদের উদ্দেশ্য সফল হয়েছে যখন থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন শাসক দলের বিরুদ্ধে রায় দেয় এবং তার ক্ষমতা বিলোপ করে দেয়। | |
9 | নির্বাচনে কারচুপির অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়। | |
10 | জুনাস বর্ণনা করেন কিভাবে তিনি বিমানবন্দরে পৌছান: রাত ১১. | Janus描述自己前往机场的方式: |
11 | ৩০ মিনিটে ব্যাংকক পোষ্ট এর খবরে আমি পড়ি যে সুবর্ণভূমি বিমানবন্দরে গুলি চালানো হয়েছে। ঠিক ১২ টার সময় আমি সিন্ধান্ত নেই, আমি আমার স্ত্রীকে জাগিয়ে তুলি এবং সবকিছু গোছগাছ করে ফেলি। | 当天晚上11点30分,我在《曼谷邮报》读到Suvarnabhumi机场有枪击事件,到午夜我就做了决定,我叫醒妻子、打包物品,我住在泰国中部,但仍无法阻止我用最快速度开车前往曼谷,跟随心中巨大的声音…我在凌晨三点抵达机场,是机场瘫痪首日的唯一外籍人士。 |
12 | আমি থাইল্যান্ডের ঠিক মাঝামাঝি বাস করতাম এবং আমি খুব দ্রুত আামি আমার গাড়ি চালিয়ে যে বিমানবন্দরে আসি। | 对于抗议者对机场内手榴弹攻击的反应,Janus感到印象十分深刻。 |
13 | আমি আমার হৃদয়ে মাঝ থেকে এক জোরালো আওয়াজ শুনছিলাম। -- আমি রাত ৩. | 当警方企图驱离民众,Janus记录民盟反击情况,警方后来撤退。 |
14 | ০০ টায় সেখানে পৌছাই। | 他从抗争群众身上学到的经验是: |
15 | সে রাতে সুবর্ণভূমির একমাত্র বিদেশী অবরোধ কারী। জোনাস প্রতিবাদকারীদের কর্মদক্ষতা দেখে মুগ্ধ যারা বিমান বন্দরের ভেতরে গ্রেনেড আক্রমণের পরও শান্ত ছিল। | 为赢得抗争,重点并非失序混乱,反倒是秩序、缜密计划与管理,民盟的伟大群众教导我重要一课,明白如何运用大规模抗争达到政治目标…在抗争中,攻击就是最好的防御。 |
16 | জোনাস পিডিএ কর্মীদের পুলিশের বিরুদ্ধে পাল্টা হামালা চালানোর ছবি তুলেছে যারা বিমানবন্দরের প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। | |
17 | শেষে পুলিশই রণেভঙ্গ দেয়। ব্যাংককের এই প্রতিবাদ থেকে জোনাস যা শিখেছেন: | 校对:Soup |
18 | শৃংখলাবদ্ধ প্রতিবাদের জয়, এই সমস্ত কাজে নৈরাজ্য ছড়িয়ে কোন লাভ হয় না, বরঞ্চ নিয়ম এবং আইনের পথে প্রতিবাদ করা, সঠিক পরিকল্পনা এবং নেতাদের নির্দেশ মেনে চলা ভালো। | |
19 | থাইল্যান্ডের পিডিএ-এর লোকেরা আমাকে এক মহৎ শিক্ষা দিয়েছে কি ভাবে রাজনৈতিক বাস্তবতায় এক বিশাল প্রতিবাদ জয় এনে দেয়-- প্রতি আক্রমণ সবসময় সেরা প্রতিরক্ষা এমনকি প্রতিবাদের সময়ও। | |