Sentence alignment for gv-ben-20090502-2531.xml (html) - gv-zhs-20090404-2253.xml (html)

#benzhs
1ভারতীয় সাধারণ নির্বাচন ২০০৯: বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা তৈরী সামাজিক সচেতনতা প্রচারণার প্রভাব
2ভারতের সাধারন নির্বাচন ২০০৯ নিয়ে গ্লোবাল ভয়েসের বিশেষ কাভারেজেরআগের পোস্টে আমি বিশ্লেষণ করে দেখিয়েছি কিভাবে ভারতে রাজনীতিবিদ ও রাজনৈতিক দল নির্বাচনী প্রচারনার জন্য ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার করছে ।
3একই সাথে ভারতের সিভিল সোসাইটি ওরফে সুধী সমাজ কিভাবে ভোটার রেজিস্ট্রেশন বা তালিকাভুক্তিকরন চালু রাখা এবং স্বচ্ছ প্রচারনার জন্য ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করছে।
4কয়েকটি প্রচারণা তার উদ্যোগের মতোই কৌতুহল জনক।印度:企业推出的选举网站引目光
5২০০৯ সালে ভারতীয় সাধারন নির্বাচন নিয়ে যে প্রচারণা চালানো হয়েছে তার মধ্যে তিনটি ছিল সবচেয়ে কার্যকর।
6এই প্রচারণা চালিয়েছে কর্পোরেট ব্র্যান্ড বা বাণিজ্যিক প্রতিষ্ঠান।
7এর মধ্যে টাটা টির প্রচারণার নাম ছিল জাগো রে (জেগে ওঠো)।[本文连结皆为英文]
8মোবাইল ফোন কোম্পানি আইডিয়ার সেলুলারের প্রচারণার নাম ছিল মাই আইডিয়া বা আমার চিন্তা।在先前文章中,笔者已分析印度政党及政治人物使用网络及行动通讯工具竞选情况[中文],以及印度公民团体如何使用数位工具帮助选民登记及竞选透明化。
9লিড ইনডিয়া/ ব্লিড ইনিডিয়া বা ভারতকে এগিয়ে নাও/ ভারতে রক্তপাত ঘটাও, ছিল দি টাইমস অফ ইনিডিয়ার প্রচারনা ( লাইভ মিন্ট/ দাইনডিয়ান/ এক্সচেঞ্জ৪মিডিয়া/হিন্দুস্তান টাইমস)।
10আমার আগের চাকুরীতে ভারতের সব থেকে বড় ব্রান্ড রক্ষাকারী হিসেবে আমার ধারণা ছিল ভারতের অনলাইন প্রচারণা কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে বিজ্ঞাপন খরচ না নিয়েই নিজের অবস্থান তৈরী করতে পারবে। এই কৌশল যে খাটলো না, এই তিনটি সফল প্রচারনা আমাকে সেই উপলদ্ধি তৈরী করতে বাধ্য করেছে।这些计划值得观察,不过2009年印度大选中,成效最大的三项选举相关计划都来自企业界:Tata Tea推出Jaago Re、Idea Cellular推出My Idea、《印度时报》推出Lead India/Bleed India(Live Mint/Thaindian/Exchange4Media/Hindustan Times等媒体皆有相关报导)。
11অনলাইনে বাণিজ্যিক প্রচারণা মুলধারার প্রচার মাধ্যমে বিপুল পরিমান ব্যয়ের মাধ্যমে চলতেই থাকবে।
12এক যৌথ উদ্যেগের মাধ্যমে জাগো রে প্রচারনা চালায় টাটা টি এবং জনগ্রহ।
13সেপ্টেম্বর ২০০৮ থেকে জাগো রে নামে ভারতের সাধারন নির্বাচন নিয়ে এক বিশেষ প্রচারণা শুরু হয়( প্রেস রিলিজ)।
14জাগো রে-এর প্রচারণা কর্মীরা কলেজ এবং কর্পোরেট প্রতিষ্ঠানে যায়।
15সেখানে সকলে যাতে ভোট দেবার জন্য নিজের নাম তালিকাভুক্ত করে সেই লক্ষ্যে প্রচারণা শুরু করে।
16সারা ভারতে ৩৫টি শহরে এই প্রচারণা অভিযান শুরু হয়ে। এর মাধ্যমে চার মিলিয়ন ভোটার রেজিস্ট্রেশন করে।笔者先前曾为印度一家大品牌服务,故相信印度网络选举网站应该能自立,不需主流媒体的广告经费支持,然而从这三个成功网站的经验让笔者瞭解,印度网络选举网站仍然依赖主流媒体砸大钱挹注。
17এখন ভারতে ইন্টারনেটের মাধ্যমে নিজে নিজেও ভোটার রেজিস্ট্রেশন করা যায়। একটি ইন্টারএ্যাকটিভ এপ্লিকেশন বা সক্রিয় তালিকাভুক্তি করন সফটওয়ারের মাধ্যমে এটি করা সম্ভব।Jaago Re网站是由Tata Tea和Janaagraha于2008年9月推出(新闻稿), 在全国35个城市的企业及大专院校进行选民登记,目前已累积400万人,选民登记主要是透过网站及实地服务站的互动页面,协助选民确认自身选区、在五分钟 内即列印出选民登记表格、提供最靠近的选民登记中心位址,只要选民资料加入网站资料库,就会定期收到手机简讯最新消息。
18এটি ওয়েব ও কিয়স্ক -এ পাওয়া যেত।
19নিজেই নিজ নির্বাচনী এলাকা খুঁজে বের করতে ভোটাররা-এর সাহায্য নিত।
20এখানে ভোটার রেজিস্ট্রেশন যে ফর্ম ছিল সেটি পাঁচ মিনিটের মধ্যে প্রিন্ট করার জন্য তৈরী করা যেত। যে ব্যক্তি ওয়েবে ঢুকতে পারতো তাকে ওয়েবের মাধ্যমে সবচেয়ে কাছের ভোটার রেজিট্রেশন কেন্দ্রে যাবার পথ নির্দেশিকা দিয়ে দিত এবং পরে মোবাইলে মেসেজের মাধমে জানিয়ে দিত কখন তাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে।这个网站是由几位不满三十岁的年轻人经营(此团队名为The Week),顾问团包括政府选委会前主委T S Krishnamurthy、Infosys创办人Narayan Murthy及Rang De Basanti主管Rakeysh Omprakash Mehra(详见Hindustan Times/Indian Express/TOI等媒体的报导),已说服多间大型大专院校及企业全员加入登记(TOI/TOI/Mid Day/TOI/Deccan Herald等媒体有相关报导),甚至说服选委会一次接受大批登记表格。
21এই প্রচারণা চালায় একদল তরুন, যাদের বয়স বিশের মধ্যে (এই সপ্তাহে)। তাদের সাহায্য করার জন্য একটি উপদেষ্টা কমিটি রয়েছে।Tata Tea亦制作几则有趣的广告,吸引年轻人加入Jaago Re的活动。
22এই কমিটির মধ্যে আছেন প্রাক্তন নির্বাচন কমিশনার টি. এস.Jaago Re的主要广告:
23কৃষ্ণমুর্তি, ইনফোসিস এর প্রতিষ্ঠাতা নারায়ণ মুর্তি, এবং রং দে বাসন্তি ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা (হিন্দুস্থান টাইমস/ ইনডিয়ান এক্সপ্রেস/ টিওআই)এই প্রচারণা বেশ কয়েকটি কলেজ এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পেরেছে।
24সেখানে শতভাগ লোক ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছে ( টিওআই/টিওআই/মিডডে/টিওআই/ ডেকান হেরাল্ড)।
25এমনকি তারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে, যাতে তারা বিপুল পরিমানে রেজিস্ট্রেশন ফরম পাঠিয়ে দেয়।
26জাগো-রে নামক প্রচারনার জন্য টাটা টি বেশ কয়েকটি মজার বিজ্ঞাপন তৈরী করেছে।
27এগুলো সব ভারতীয় তরুণদের নিয়ে। জাগো রে প্রচারনার প্রধান বিজ্ঞাপন:Jaago「用手指去投票」广告:
28জাগো রে: আপনার আঙ্গুল ব্যবহার করুন ভোটের জন্য! টাটা টি অনেকগুলো টিভি চ্যানেলের সাথে একটি চুক্তি করেছে, যাতে তারা ছোট আকারের প্রচারণা চালাতে পারে।Tata Tea亦与多个电视频道合作推出小型活动,如Bindass TV的iChange活动,以支持Jaago Re网站:
29বিন্দাস টিভির আই চেঞ্জ বা আমি বদলাই প্রচারণা জাগো রে প্রচারণাকে সমর্থন করার জন্য তৈরী করা হয়েছে।
30জাগোরে বিন্দাস টিভি আঙ্গুল উঠাও, ভোট দাও বিজ্ঞাপনBindass TV的电视广告:
31জাগোরে ডিজনি “যদি আমি প্রধানমন্ত্রী হতাম' বিজ্ঞাপন।迪士尼频道「如果我是总理」广告:
32জাগো রে চ্যানেল ভি, ভিজে জুহি ভোট ইয়া ভাত (ভোট অথবা ভাত) বিজ্ঞাপন। জাগো রে সক্রিয় সামাজিক প্রচারণার মাধ্যমেও উপস্থিতি রয়েছে।V频道VJ Juhi「Vote ya Vaat」广告:
33জাগো রের ফেসবুক গ্রুপে ১৫০০০ বেশী সদস্য এবং অরকুটে প্রায় ১৩,০০০ সদস্য রয়েছে। এখন এই প্রচারণায় যুক্ত হয়েছে রক সঙ্গীত।Jaago Re网站在社会媒体亦相当活跃,在Facebook会员超过15000人,在Orkut会员近13000人。
34ব্যঙ্গালোর ভিত্তিক ব্যান্ড দল থার্মাল এন্ড এ কোয়ার্টার (টিএএকিউ) ভারতের দশটি শহরে ভারতীয় তরুণদের নির্বাচনী প্রকিয়া যুক্ত করার জন্য গান গেয়েছে। তারা বিনে পয়সায়, ‘চুপ কর আর ভোট দাও' গান শুনিয়ে যাচ্ছে।该网站与来自班加洛(Bangalore)的乐团Thermal And A Quarter合作,在全国十座城市举办「闭嘴,去投票」免费演唱会,吸引印度年轻人参与选举(可见DNA/Indian Express/IBN Live/Indian Express/DNA等媒体之报导):
35( ডিএনএ/ ইনডিয়ান এক্সপ্রেস/ আইবএন লাইভ/ ইনডিয়ান এক্সপ্রেস / ডিএনএ): জাগো রে ভারতে এখন এক সফল প্রচারণায় রুপ নিয়েছে।Jaago Re相当成功,不仅有众多媒体及博客报导、提升Tata Tea的品牌形象(可见Business Standard的报导),在动作缓慢的官僚体系之下,已累积登记531,395位选民(详见TOI的专访)。
36এই বিজ্ঞাপন বড় আকারের অনেক সংবাদের বিষয়ই হয়ে উঠেছে। বিভিন্ন ব্লগ পোষ্টের অন্যতম বিষয় হয়ে দাড়িয়েছে জাগো -রে।印度博客圈很喜欢Jaago Re网站,Rashmi Bansal相信在此网站推波助澜之下,Tata Tea实践企业社会责任的表现已超越多数品牌;Rajesh Kumar质疑为何只有饮品公司推出选举主题的社会广告;Indian Homemaker及Chavvi Sachdev分享参加选民登记的经验;Sanjukta和网站负责人Jasmine Shah有场很有趣的访谈。
37এর ফলাফল? টাটা টির জন্য এই প্রচারণা অনেক সুনাম বয়ে এনেছে (বিজনেস স্ট্যান্ডার্ড)।Idea Cellular推出My Idea延续先前参与式民主的广告活动,一位女性政治人物在熟悉科技的助理Abhishek Bachchan协助下,运用手机收集选区内的民众心声:
38ইতিমধ্যে এই প্রচারণার মাধ্যমে ৫৩১,৩৯৫ ব্যক্তি ভোটার তালিকায় নিজের নাম উঠিয়েছে।
39যদিও আমলাতান্ত্রিক জটিলতা কাজের গতিকে অনেক ধীর করে ফেলেছে (টিওআই)। ভারতীয় ব্লগস্ফেয়ার জাগো রে- নামক বিজ্ঞাপন ও প্রচারনার প্রেমে পড়ে গেছে।当时活动由Pinstorm负责,邀请选民提出能改变印度的构想,并针对他人提案投票,根据Indian Television报导,目前在一个月之内,已累积超过2000件想法及14万张票。
40রেশমি বনশাল মনে করেন যে এই প্রচারণার মধ্যে দিয়ে টাটা কর্পোরেট সোশাল রেস্পনসিবিলিটি বা সামাজিক সচেতনতা নিয়ে যে প্রচারণা তৈরী করেছে তা সফল।
41এর মাধ্যমে বেশীর ভাগ ব্রান্ডের চেয়ে তারা সামাজিক সচেতনতাকে আরো এগিয়ে নিয়ে গেছে।
42রাজেশ কুমার বিস্মিত কেন কেবল বেভারেজ কোম্পানীগুলো নির্বাচনী প্রচারণা নিয়ে সামাজিক সচেতনতামুলক বিজ্ঞাপন তৈরী করে।
43ইনডিয়ান হোমমেকার এবং চাভভি সাচদেবতাদের ভোটার রেজিস্ট্রেশন-এর অভিজ্ঞতা শেয়ার করেছে ।
44সংযুক্তা জাগোরে প্রচারণার কো-অর্ডিনেটর বা সমন্বয়ক জাসমিন শাহের একটি মজার সাক্ষাৎকার নিয়েছেন। আইডিয়া সেলুলার - বা আইডিয়া মোবাইল কোম্পানী তৈরী করেছে মাই আইডিয়া (আমার চিন্তা)।不过在印度博客圈引起最多有趣讨论的网站,非《印度时报》推出的双网站Lead India(领导印度)/Bleed India(失血印度)莫属。
45এই প্রচারণায় অংশগ্রহনমুলক গণতন্ত্র নিয়ে বিজ্ঞাপন প্রচারনা চালিয়ে যাচ্ছে। এই বিজ্ঞাপনের মুল চরিত্র রয়েছে এক মহিলা রাজনীতিবিদ ও তার প্রযুক্তি নির্ভর সহকারী অভিষেক বচ্চন।Lead India网站延续2007年的活动主题,在全国各处进行「猎才行动」,寻找下个世代的印度领导人,目标希望印度选民在投票时,能做出正确的决定,故提供平台进行有意义的政治辩论,并支持「无罪犯政治运动」网站。
46রাজনীতিবিদ তার সহকারীর সহায়তায় নিজের নির্বাচনী এলাকায় যে কোন কাজে নাগরিকদের মতামত সংগ্রহ করছে।
47তারা মোবাইলের মাধ্যমে মতামত সংগ্রহ করছে।另一方面,Bleed India则讽刺:
48এই প্রচারণা যা পিনস্টর্ম দ্বারা পরিচালিত, তারা লোকদের আইডিয়া বা চিন্তা দিতে অনুরোধ করতো।
49এই আইডিয়া যা কিনা ভারতকে বদলে দেবে ভোট এর মাধ্যমে।领导印度?
50এবং আইডিয়া নির্বাচিত হবে ভোটের মাধ্যমে।去哪里?
51যতদুর জানা যায় একমাসের মধ্যে প্রায় ২০০০ এর বেশী আইডিয়া জমা পড়েছে ও ১৪০,০০০ ভোট পড়েছে( ইনডিয়ান টেলিভিশন)।
52দি টাইমস অফ ইনিডিয়া পরিচালিত একটি বিজ্ঞাপন জানুস (দুইমুখওয়ালা রোমান দেবতা) এর মুখ নিয়ে তৈরী।
53তার নাম লিড ইনডিয়া/ ব্লিড ইনডিয়া।走上康庄大道吗?
54এই বিজ্ঞাপন ভারতীয় ব্লগোস্ফিয়ারে সবচেয়ে কৌতুহলজনক আলোচনা তৈরী করেছে।
55লিড ইনডিয়া প্রচারণা তার ২০০৭ এর বিষয়কেই সামনে নিয়ে যাচ্ছে।在原处打转吗?
56যা কিনা সারা দেশে মেধাবিদের মধ্যে দেশের পরবর্তী প্রজন্মের মধ্যে ভারতীয় নেতার খোঁজ করছে এবং সে হবে ভারতীয়দর নতুন অবতার।
57এটি নির্বাচকদের ভাবতে বাধ্য করছে যে সঠিক ভোট দেবার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার।
58আগামী নির্বাচনে একটি অর্থপূর্ণ রাজনৈতিক বির্তকের মাধ্যমে এই বিষয়টি বাছাই করা এবং কোন অপরাধী রাজনীতিবিদকে সমর্থন না করা এই প্রচারণার অংশ।
59একই সময় টিওআই ব্লিড ইন্ডিয়া প্রচারণা ব্যঙ্গ করছে লিড ইন্ডিয়া প্রচারণার এবং জিজ্ঞেস করছে।
60ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া?谁来领导?
61কোথায়? কোন স্থানে?我们的领袖吗?
62কোন বাগানের পথে? কোন বাকে?天啊!
63এবং কার দ্বারা? আমাদের নেতাদের মাধ্যমে?《印度时报》想找到新时代的新领袖(祝你们好运!),我们则关心谁让印度失血,谁是诈骗大师?
64লোল! হায়!谁在法律边缘游走?
65সুতরাং যখন টাইমস অফ ইন্ডিয়া নতুন সময়ের নতুন নেতাদের খুজে বের করার চেষ্টা করছে (ভদ্রমহোদয়গণ, শুভেচ্ছআ রাইলো), তখন আমরা বরঞ্চ তাদের দিকে মনোযোগ দেই যারা ভারতে রক্তক্ষরণ ঘটায়: যারা স্ক্যমের বা দুনীর্তির মাস্টার, ঝুলন্ত দড়ির উপর নাচতে থাকা বাঘ: অবশ্যই তারা তাদের মেধার বিষয়টি সবাইকে জানানো উচিত, - তারা আইনের মধ্যে থেকে আইনের বাইরে ,তারা আইন তৈরী করে ভাঙ্গে, আহা!
66আহা! ভদ্রমহিলা ও মহোদয়গণ- তোমরা আমদের এগিয়ে নিয়ে যাবে এবং হ্যাঁ তোমরা আমাদের ভেতরে রক্তপাত ঘটাবে।他们的天赋理应获得重视,他们在法律之上,他们超越法律,他们制订法律却又违背法律…哇!
67একজন গতানুগতিক ভারতীয় রাজনীতিবিদের ব্যঙ্গ করা হয়েছে বিস্তারিতভাবে।各位先生,各位女士…你们领导我们,也让我们失血。
68এটি করেছে পাপ্পুরাজ তার নিজের ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পাতায় (এক্সচেঞ্জ৪মিডিয়া)该网站也创造出一个讽刺印度一般政治人物的虚拟角色Pappu Raj,还为他设置Facebook档案及Facebook页面(可见Exchange4Media之报导)。
69লিড ইন্ডিয়ার প্রিন্ট এ্যাড দেখে আনন্দন এর চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসে। আর তখন রাজিব ডিঙ্গার বিস্মিত কে আসলে লিড ইন্ডিয়া/ ব্লিড ইন্ডিয়াকে তৈরী করেছে, (রান্না করছে) দ্বিভাজন এর মতো করে।博客Anondan分析Lead India的平面广告,Rajiv Dingra则怀疑建立双网站的用意何在;Deepak与Kanika等Twitter用户认为Bleed India网站「既有趣又有创意」,Sumant及Aadisht等人则觉得「太过分」与「讽刺技巧拙劣」。
70অনেক টুইটার ব্যবহারকারী যেমন দীপিকা এবং কনিকার কাছে ব্লিড ইন্ডিয়া প্রচারণাকে একটি মজার এবং সৃষ্টিশীল প্রচারণা মনে হয়েছে।对于Jaago Re、My Idea、Lead India/ Bleed India等网站究竟是否具社会意识,抑或只是想创造话题,众人意见不一,但若民众参与是成功标准,在今年印度的选举季,这几个网站成效肯定最为显著。
71এদিকে সুমন্ত এবং আধিশত বিশ্বাস করেন যে ব্লিড ইন্ডিয়া যা ভূল পথে যাচ্ছে এবং খারাপ ভাবে ব্যঙ্গ করা হয়েছে校对:dreamf
72জাগো রে, মাই আইডিয়া এবং লিড ইন্ডিয়া/ ব্লিড ইন‌ডিয়া আসলে সমাজিক সচেতনতা তৈরী করা প্রচারনা, নাকি গুঞ্জন তৈরী করার একটি চেস্টা মাত্র এ নিয়ে দ্বিধান্বিত মতামত আছে।
73কিন্তু যদি মুল কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া কোন বিষয়েল সাফল্যর মাপকাঠি তাহলে এইসব প্রচারণা সবচেয়ে বেশী কার্যকার, যা নির্বাচনের মৌসুমে সারা ভারত জুড়ে চলছে।