# | ben | zhs |
---|
1 | কুয়েত: বিপ্লবের বিষয়ে জিজ্ঞাসা করায় মিশরীয় শিক্ষার্থীকে বহিস্কার | 科威特:埃及学生问“革命”被退学 |
2 | বাসিম মোহাম্মদ ফাতহি নামের দশ বছরের একজন মিশরীয় শিক্ষার্থী “আমাদের এখানে কেন বিপ্লব হচ্ছে না?”- এ সাধারণ প্রশ্ন করার কারনে কুয়েতের সকল বিদ্যালয় থেকে তাঁকে বহিস্কার করা হয়। | 科威特人看到这则新闻一定相当讶异:本周五,一名十岁的埃及学生穆罕默德法特希(Bassim Mohammed Fathi)因为问了个简单问题:“为什么你们不革命?”,导致科威特全部的学校都不愿意让他就读。 |
3 | আজ শুক্রবার এ মর্মান্তিক খবরটি সংবাদপত্রের মাধ্যমে কুয়েতিরা জানতে পারেন। | 让人讶异的部分在于,该名学生的老师将他呈报教育部, 而教育部最后下令将他退学。 |
4 | সংবাদটির সবচাইতে মর্মান্তিক অংশ হল যে শিক্ষার্থীর শিক্ষক এ বিষয়ে শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করলে শিক্ষা মন্ত্রণালয় ঐ শিক্ষার্থীকে বহিস্কার করে। | 学生的父亲向教育部的法定权威申诉,就在消息经由报纸报导传遍科威特的二十四小时后,教育部法定权威收回成命,让该名学生重回 校园。 |
5 | শিশুটির বাবা মন্ত্রণালয়ের আইনী কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করায় মন্ত্রণালয় শিশুটিকে ঐ বিদ্যালয়েই পূণঃভর্তিকরণের সিদ্ধান্ত নেয়। কুয়েতি সংবাদপত্রে শিশুটিকে বহিস্কার করার খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। | 科威特的学生,图片来自Flickr用户Steve & Jemma Copley,依据创用CC BY-SA 2.0授权使用 |
6 | কুয়েতের শিক্ষার্থী। ছবি ফ্লিকার ব্যবহারকারী স্টিভ ও জেম্মা কপলির সৌজন্যে (সি সি বাই-এসএ ২. | 命令受到谴责 |
7 | ০)। সিদ্ধান্ত বাতিল কুয়েতি টুইপস বহিস্কার সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং শিক্ষা মন্ত্রণালয়কে বাসিমের বিদ্যালয়ে ফিরে যাবার বিষয়ে হস্তক্ষেপ করে। | 科威特Twitter用户回应教育部的退学命令,并且要求教育部长介入让该名学生能回学校就读,国会议员也对此事有所反应,教育部长阿迈穆 赖夫(Ahmad Al-Mulaifi)则表示,该名学生所说的话已经诋毁科威特的名誉。 |
8 | সংসদ সদস্যগণও এ বিষয়ে হস্তক্ষেপ করে। | 科威特Twitter用户Dr. |
9 | শিক্ষামন্ত্রী আহমাদ আল-মুলাইফি বলেন শিশুটি কুয়েতের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছে। কুয়েতি টুইপ ড. | Fawaz Al-Farhan(@FawazFarhan)在消息传出时,就首先对于教育部的说法与不公的决定表示不满: |
10 | ফাওয়াজ আল-ফারহান(@ফাওয়াজফারহান),হলেন প্রথম ব্যক্তি যিনি মন্ত্রণালয়ের এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তিনি বলেন: | @FawazFarhan:教育部长穆赖夫应该要接见这名埃及学生并且亲自回答他的问题,让这名学生能重获该得的尊重;我们不应使孩子对提出疑问心怀恐惧。 |
11 | @ফাওয়াজফারহান: মন্ত্রী আল-মুলাইইফির উচিত মিশরীয় শিক্ষার্থীর সম্মান ফিরিয়ে দেওয়া এবং ব্যক্তিগতভাবে তাঁর প্রশ্নের উত্তর দেওয়া; শিশুদের মনে প্রশ্ন করার ভয় থেকে মুক্ত করা আমাদের উচিত। | Twitter用户匿名Zeus(@Zeus_K)指出,大家应该要正视这起事件,并且采取公共行动。 |
12 | একজন টুইটার ব্যবহারকারী জিউস (@ জিউস_ কে) লিখেন যে, মিশরীয় শিক্ষার্থীর বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং এ বিষয়ে গণ কার্যক্রম দরকার: | @Zeus_K:如果遭退学的埃及学生不能顺利回校园,下退学命令的官员若没有受到惩处,那么我们应该都要到教育部前抗议。 |
13 | @ জিউস_ কে: মিশরীয় শিক্ষার্থীটি যদি আর বিদ্যালয়ে ফেরত যেতে না পারে এবং যারা তাঁকে বহিস্কার করেছে তাঁদের যদি শাস্তি না দেওয়া হয় তবে সেক্ষেত্রে আমাদের উচিত হবে মন্ত্রণালয়ের সামনে যেয়ে প্রতিবাদ করা। | |
14 | জনপ্রিয় কুয়েতী ব্লগার এবং টুইটকারী যিনি এনকো ডাকনামে পরিচিত(@ওম৯এডডা) মন্ত্রীকে তাঁর বিবৃতির জন্য সতর্ক করে বলেন: | 著名的科威特博客也是Twitter用户nEo(@Om9edda)针对教育部长的陈述,表示警告: |
15 | @ওম৯এডডা: মন্ত্রী আল-মুলাইফির প্রতি: মিশরীয় শিশু শিক্ষার্থীর বিষয়ে আপনার আজকের বিবৃতির জন্য রাজনৈতিকভাবে আপনাকে চরম মূল্য দিতে হবে কারন এটা প্রমানিত হল যে আপনার মন্ত্রণালয়ে কি ঘটে তা আপনার জানা নেই। | @Om9edda:致教育部长穆赖夫:你会为你今日对于遭退学埃及学生所发表的言论,在政坛上付出严重的代价,因为这表示你根本不清楚自己的部门发生什么事。 |
16 | আরও একজন টুইটকারী মোহাম্মদ আলকাত্তান(@এমজেকিউ _কেডব্লিউটি) মিশরীয় ছাত্রের বিরুদ্ধে গৃহিত পদক্ষেপের সমালোচনা করে বলেন: | 另一名科威特Twitter用户Mohammed Alqattan(@MJQ_KWT)则批评教育部对这名埃及学生的作法: |
17 | @এমজেকিউ _কেডব্লিউটি: বহিস্কৃত মিশরীয় শিশুটির বিষয়ে কার্যকর শিক্ষাগত ভাবেই মূল্যায়ন পূর্বক সমাধান করা উচিত। | @MJQ_KWT:针对退学事件,我们应该要以有效率、教育的方式,评估这起个案并解决问题。 |
18 | একজন শিশুর নিষ্পাপ কথার জন্য কোন শাস্তি দেওয়া উচিত নয়। | 小朋友不应为了童言童语而受到如此严重的惩罚。 |
19 | কুয়েতী আইনজীবী নাসের নাজাফ (@নাসেরনাজাফ) ইতঃপূর্বে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক(মহিলা)-এর ছাত্ররা ঐ শিক্ষকের বিরুদ্ধে সমালোচনা করলে শিক্ষক ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সে উদাহরণ টেনে তিনি কুয়েতী শিক্ষা ব্যবস্থার মান নিয়ে মন্তব্য করেন: | 一名科威特律师Nasser Najaf(@NasserNajaf)表示,从退学事件可看出科威特今日的教育情况,并且举出之前的例子,有学生在網絡上批评自己的教授,教授因而向相关单位举发这些学生: |
20 | @নাসেরনাজাফ: শিক্ষকদের ভূমিকা একটা বিপদজনক দিকে মোড় নিচ্ছে; এর আগে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক তাঁর ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করিয়েছেন আর আজ একজন ছাত্র তাঁর শিক্ষককে প্রশ্ন করার অপরাধে বহিস্কৃত করা হল। | @NasserNajaf:教师的角色已经变调了;之前那位大学教授把学生送往检调单位,而现在则有学生因为问老师问题被退学。 |
21 | কুয়েতের নারী সক্রিয়তাবাদী নাবিলা আলানজারি(@নালানজারি) হলেন সর্বশেষ ব্যক্তি যিনি মন্ত্রণালেয়র গৃহিত পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করেছেন | 科威特女权运动人士Nabila Alanjari(@Nalanjari)最后发表评论,她提及教育部对于此事的作法太过荒谬: |
22 | @নালানজারি: মিশরীয় শিশুটির বিষয়টি কি আমাদের কাম্য ছিল; আরব স্বৈরশাসকের আমলে আমরা কি হারালাম? | @Nalanjari:难道埃及孩子就应该接受这一切;我们这样给阿拉伯独裁政权留下什么? |