# | ben | zhs |
---|
1 | থাইল্যান্ড: বৌদ্ধ মন্দিরে পাওয়া দুই হাজার মৃত ভ্রূণ | 泰国:佛寺内发现两千死胎 |
2 | যদি কোথা কোন মৃত ভ্রূণ আবিষ্কার হয়, তাহলে তা কঠোর নিন্দার সৃষ্টি করে, বিশেষ করে রক্ষণশীল সমাজ। কিন্তু যদি বৌদ্ধ উপাসনালয়ে ২,০০০ মৃত ভ্রূণ পাওয়া যায়, তাহলে তার যথাযথ প্রতিক্রিয়া কি হতে পারে? | 社会上若发现死亡肧胎,保守派人士通常会强烈谴责,假若一间佛寺内发现2000个死胎,大众应当如何回应? |
3 | থাইল্যান্ডের ওয়াট পাহি নাগরেন নামক বৌদ্ধ মন্দিরে ২০০০ অবৈধ পরিত্যক্ত ভ্রূণের সন্ধান পাওয়ার মত এক সংবাদের ঘটনায় দেশটির সকলে এখন তাদের মানসিক ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করছে। | |
4 | এটি দেশটির এই বিতর্ককে পুনরায় জাগিয়ে তুলেছে যে এ দেশের গর্ভপাত বিষয়ক আইনটিকে এখন আধুনিক করার সময় হয়ে এসেছে কি না। বিশেষ প্রেক্ষাপট ছাড়া থাইল্যান্ডে গর্ভপাত অবৈধ। | 媒体报导,Wat Phai Ngern一间佛寺内发现2000具违法堕胎的死胎,震惊泰国社会,也再度引燃论辩,关心是否要修正堕胎法。 |
5 | যদি কোন মেয়ে ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে, যদি গর্ভ ধারণ প্রসূতির স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করে অথবা যদি ভ্রূণের অবস্থা অস্বাভাবিক হয়, তাহলে থাইল্যান্ডে কেবল গর্ভপাতের অনুমতি প্রদান করা হয়। | |
6 | ধারণা করা হয়ে থাকে দেশটিতে প্রতি বছর ১,৫০,০০০-২০০,০০০ জন নারী প্রতি বেসরকারি ক্লিনিকগুলোতে অবৈধ গর্ভপাতের জন্য যায়। দেশটির প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গর্ভপাতের জন্য যে আইন রয়েছে তাই যথেষ্ট। | 堕胎在泰国属违法行为,只有少数情况例外,如女性受强暴后怀孕、怀孕影响母体健康、胚胎出现异常等,据估计,国内每年有15万至20万女性至私人诊所进行违法堕胎。 |
7 | তিনি এখানে তরুণদের পুনরায় শিক্ষা প্রদান করার পরামর্শ দিচ্ছেন। | 泰国总统认为堕胎法已相当完备,而应进一步再教育年轻人,Twitter用户tulsathit的反应是: |
8 | টুইটার ব্যবহারকারী টুলসাথিট এই বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। টগিআব: আরটি @টুলসাথিট: সত্যিকার অর্থে বলতে গেলে অবৈধ গর্ভপাত বিষয়ে প্রধানমন্ত্রীর সাড়া প্রদান আমাকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। | 老实说,总理对违法堕胎的态度令我更困惑:法律没有问题,而是社会价值有问题,我们必须纠举违法诊所。 |
9 | আইন ঠিক আছে, কিন্তু সামাজিক মূল্যবোধ সঠিক অবস্থানে নেই, এবং অবৈধ ক্লিনিকের পরিমাণ এতে বাড়তে থাকবে। মৃত ভ্রূণের ভীতিকর গল্প এক আইন নির্মাতাকে গর্ভপাত বৈধ করার প্রস্তাব করতে উৎসাহ প্রদান করছে। | 死胎事件促位一位国会议员提案让堕胎合法化,但他的目标却是要减少国内“低品质”人口,令Bangkok Pundit十分惊讶: |
10 | কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে দেশে “নিম্ন মানের” মানুষের পরিমাণ কমিয়ে আনা। বিষয়টি ব্যাংকক পণ্ডিতকে বিস্মিত করেছে। | 虽然泰国性产业既庞大又蓬勃,许多民众在性事方面仍然保守,佛教人士尤其反对开放堕胎法规。 |
11 | যদিও থাইল্যান্ড বড় আকারে এবং সক্রিয় যৌন শিল্পের এক দেশ, তারপরেও যৌনতার বিষয়ে অনেক থাইবাসী রক্ষণশীল ধারণা পোষন করে এবং বিশেষ করে সক্রিয় বৌদ্ধ ধর্মপালনকারী গর্ভপাত আইনের উদারীকরণের বিপক্ষে। | |
12 | এখন এই নীতির শেষ পরিণতি হয়ত অপরাধ হ্রাস করার জন্য প্রয়োগ করা হতে পারে, কিন্তু সমাজে অবাঞ্চিত সদস্যদের পরিমাণ কমিয়ে আনার জন্য এই ধরনের চিন্তাকে স্থাপন করা? | |
13 | বিপির এটাই প্রথম চিন্তা ছিল, আসলে সে কি নিয়ে চিন্তা করছে? | 这项政策的结果或许是降低犯罪率,但透过合法堕胎摆脱社会不受欢迎的成员? |
14 | কেন পৃথিবীতে একজন জনসম্মুখে বিবৃতি প্রদান করবে যে, গর্ভপাতের সুফল হচ্ছে “নিম্ন মানের” মানুষের সংখ্যা কমিয়ে আনা? | 笔者当下反应是,这位议员在想什么? |
15 | থাই ফিল্ম জার্নাল সন্দেহ করছে যে উপাসনালয়ে অন্য কারণে মৃত ভ্রূণগুলো জমা করা হয়েছিল। কিন্তু আমি বিস্মিত, যদি ভ্রূণগুলো এখানে জমা করার অন্য অন্য কোন কারণ থাকে। | 怎么会有人公开表示,堕胎其中一项好处是减少“低品质”人口? |
16 | থাইল্যান্ডের চলচ্চিত্র অতিপ্রাকৃত বিশ্বাসের এক চিত্র অঙ্কন করে, তাতে দেখা যায় ভ্রূণের অশুভ শক্তি থাকে। | Thai Film Journal怀疑,死胎存放在佛寺内另有原因: |
17 | গর্ভপাত নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্ক নিয়ে ব্যাংককের টুইটারকারীদের কিছু প্রতিক্রিয়ার নমুনা। | 但我怀疑死胎安置于此,是否有另一项原因,泰国电影里总描述,死胎具有超自然灵异力量。 |
18 | ওমেনলার্নথাই:@থাই_টক, ওয়াট পাহি নাগরেন চোটানারম আরো ১,৫০০টি ভ্রূণ পাওয়া গেছে,… আমি সত্যি অসুস্থ বোধ করছি। | 以下是曼谷民众对堕胎论辩在Twitter网站的部分看法: |
19 | দিগ্রিগ্লো: যে গ্রিসলী ওয়াট পাহি নাগরেতে পাওয়া গেছে তা পরিষ্কারভাবে প্রদর্শন করছে যে, থাইল্যান্ডকে অবশ্যই তার গর্ভপাত আইনকে সংশোধন করতে হবে এবং নারীদের যথাযথ সেবা পাবার অধিকার অর্জনের সুবিধা প্রদান করতে হবে। সিটিবিচ: দয়া করে ইতোমধ্যে পাওয়া গর্ভপাত সম্বন্ধে সংবাদ প্রদান বন্ধ করুন!! | WomenLearnThai:Wat Phai Ngern Chotanaram寺庙里发现1500具胚胎,我觉得很不舒服。 thegreglowe:这间佛寺的情况证明,泰国必须修改堕胎法,让女性能获得适当服务。 |
20 | যতই আপনি আইন পাল্টান না কেন, এটা এখনো এখানে রয়েছে যাচ্ছে, বুঝেছ হে গর্দভের দল!! | Citybiitch:请别再播出这则新闻了! |
21 | রেসপন্সএপি:আরটি-@জুয়াউইয়ি: আরটি@টুলসাথিট: এ বিষয়ে এক জরিপ করা হয়েছে- জরিপে অংশ নেওয়া ৬৫. ৬ শতাংশ লোক গর্ভপাতকে আইনগতভাবে বৈধ করার পক্ষে। | 无论如何修改法律,堕胎依然存在,笨蛋! |
22 | ১২. ৬ শতাংশ লোক এর বিপক্ষে। ৪৭ শতাংশ লোক বিশ্বাস করে যে গর্ভপাত ব্যক্তির নিজস্ব অধিকার। | ResponseAP:65. |
23 | ইসামারে: @ব্যাঙ্কক পণ্ডিত@ট্রি২৬ কিন্তু সেই দাবিটিকে গর্ভপাত বৈধ করার এক কারণ হিসেবে ব্যবহার করা উচিত নয়। মোয়ি: @কাফিম কেবল একটা মন্তব্য করতে চাই যে যদি কোন বৌদ্ধ সন্ন্যাসী গর্ভপাতকে সমর্থন করে, তবে সে অবশ্যই একজন সাধারণ মানুষ হবে। | 6%的受访者支持堕胎合法化,12.6%反对;47%主张堕胎为个人权利。 isamare:但这位议员的说法不能做为堕胎合法化的理由。 moui:我只想说,若任何僧侣支持堕胎,都应该还俗。 pracob:相较于堕胎,让男性用保险套、让女性用避孕丸更好,但也应推广性教育。 sinneyxx:我的天啊! |
24 | প্রাকোব: গর্ভপাতের চেয়ে ছেলেদের জন্য কনডম আর মেয়েদের খাওয়ার বড়ি গ্রহণ করা ভালো। | 泰国究竟发生什么问题? |
25 | তবে যৌন শিক্ষার বিস্তার ঘটানো প্রয়োজন। সিননেইএক্সএক্স: হে ঈশ্বর!! | 每个月有千件堕胎? |
26 | থাইল্যান্ডে এসব কি ঘটছে? এক মাসে এত গর্ভপাত? | 愿这些婴儿安息。 |
27 | ও সব মৃত শিশু, শান্তিতে ঘুমাও। এনসিমিশনমম: আরটি@টুলসাথিট: পাই নেগরেন মন্দিরে প্রাপ্ত মৃত ভ্রূণের সংখ্যা এখন ২০০০-তে গিয়ে ঠেকেছে। | NCMissionsMom:Pai Ngern寺庙内发现的死胎数量已逾2000,这是泰国违法堕胎的冰山一角。 |
28 | থাইল্যান্ডে যে বিশাল পরিমাণ গর্ভপাত হয় তার সামান্য অংশ দেখা যাচ্ছে। খলংব্যাংসু:@ফরেস্টমাট, গভীর বেদনা এবং শঙ্কার বিষয়। | KhlongBangSue:这是场令人忧心的悲剧,这幅景象应该会引发大众对现有堕胎政策的不满。 |
29 | এই চিত্র বর্তমান গর্ভপাত নীতির ক্ষেত্রে জনতার ক্ষোভকে বাড়িয়ে তুলবে। | 校对:Soup |