Sentence alignment for gv-ben-20090716-4209.xml (html) - gv-zhs-20090712-3189.xml (html)

#benzhs
1আমেরিকা-রাশিয়া: নতুন রাশিয়ার সাথে নতুন সম্পর্ক美俄关系因出访重整?
2শান্তি এবং সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার, এগুলো হলো এমন কিছু বিষয় যা আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব পায়।
3এই সপ্তাহের শুরুতে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদ মস্কোতে এক বৈঠকে বসেন।
4সমস্যায় জর্জরিত বিশ্বের এক বাস্তবতায়, অর্থনৈতিক মন্দা এবং আবহাওয়া পরিবর্তন-এর মতো গুরুত্বপুর্ণ পটভুমির প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
5যদিও আমেরিকা- রাশিয়ার সর্ম্পকের উন্নয়নের ক্ষেত্রে আশাবাদ তৈরী হয়েই থাকে, রাষ্ট্রপতি মেদভেদের সাথে সাক্ষাতের আগেই এই আশাবাদের শুরু - প্রধানমন্ত্রী পুতিন এর সাথে বৈঠকের মধ্যে দিয়ে- একজন কল্পনা করতে পারে সত্যিকারের বিষয়গুলো হাতের নাগলেই রয়েছে -পরমানু নিরস্ত্রীকরণ, আফগানিস্তান, ইরান, সার্বভৌমত্ব, গণতন্ত্র ইত্যাদি,- যা নিয়ে ব্লগস্ফেয়ারে বিস্তারিত বির্তক হয়।
6তা সত্বেও, ৬-৮ জুলাই মস্কোয় অনুষ্ঠিত সভা নিয়ে রাশিয়ান ব্লগস্ফেয়ারের প্রতিক্রিয়া ছিল অনেকটা চরম উত্তেজনাপুর্ণ আবহাওয়ার পতন। বারাক ওবামা : নিউ ইকোনমিক স্কুলে দেওয়া ভাষণ- দ্রুগোই এর তোলা和平与主权、民主与人权,这是美国总统欧巴马(Barack Obama)稍早访问俄罗斯时,与总统梅德维德夫(Dmitry Medvedev)会晤讨论的议题,希望在全球不景气与气候变迁的现况下,发展出面对混沌世界的方针。
7মস্কোর দিকচক্রবাল বা দৃষ্টিভঙ্গি থেকে শুরু করা পুরো ভাবনা ছিল অনেকটা এ রকম যে ওবামার রাশিয়া সফর এর সময় রাশিয়ার ব্লগস্ফেয়াররা তাকে সামান্য সম্বর্ধনার মাধ্যমে সমর্থন জানিয়েছে।
8উভয় পক্ষের রাজনৈতিক পরিধি এলজে ব্যবহারকারী টারানফ যুক্তি হিসেবে তুলে ধরেন [রুশ ভাষায়], সাধারণ ভাবে বেশীরভাগ লোকই এই সফর সমন্ধে সামান্য আগ্রহ দেখিয়েছে।
9[…] যদি পুতিনের মতো কেউ রাশিয়ার কোন মফস্বল শহরে এসে উপস্থিত হয়, তাহলে শহরটি বিশ্রী রকমের পরিস্কার, তৈরী, গোছানো এবং ঝকঝকে দেখাবে।[-] এবং যখন গতকাল ওবামা মস্কো শহরে এসে উপস্থিত হয়, এটা তখনও - যেন তেন একটা শহর- কোন কিছুই আলাদা চোখে পড়েনি[…] এলজে ব্যবহারকারী লামেরকাহাভ কিছু লাইনের মাধ্যমে ক্রমশ: বর্ণনা করে যাচ্ছেন:虽然欧巴马在与梅德维德夫及俄国总理普丁(Vladimir Putin)会晤前,不断淡化外界对美俄关系突破的期待,人们仍想像博客圈将广泛论辩各种议题,包括解除核武、阿富汗、伊朗、主权、民主等,然而7月6 日至8日在莫斯科的高峰会后,俄国博客圈却弥漫着反高潮气氛。
10[…] এটা খুব বেশী দিন আগের কথা নয় যখন আমেরিকার প্রতি রাশিয়ার বেশ ভালোবাসার একটা সর্ম্পক ছিল।
11আমেরিকার প্রতি ব্যবহার এমন ছিল, এক কিশোরী তার আদর্শ বা আইডলের সাথে যেমন ব্যবহার করে।
12“শীতল রাষ্ট্র” ছিল এই আদর্শ। এখন সময় পাল্টে গেছে।欧巴马在新经济学院演说画面,由Drugoi提供
13সমস্ত প্রচারমাধ্যম এবং ব্লগে যে আচরল তৈরি হয়েছে তা যেন টক হয়েছে বা পঁচে গেছে, এই ঘটনা নি:সঙ্গ এবং বৃদ্ধ পাণিপ্রার্থীর কথা মনে করিয়ে দেয়, যাকে সবাই পরিত্যাগ করেছে। আমি বোঝার চেষ্টা করেছি না, কেন এমন হলো।面对欧巴马来访,俄国博客圈无论政治立场如何,似乎整体都显得意兴阑珊,LiveJournal用户taranoff指出[俄文],多数人不太重视此次访问:
14দৃশ্যত, এটা উত্তর না পাওয়া কোন ভালোবাসা নয়, কিন্তু সাধারণ ভাবে বলা যায় মানসিকতাই এই রকম[…] এলজে ব্যবহারকারী নেভজিলিন এই সম্মেলনের চরিত্র বর্ণনা করেন [রুশ ভাষায়][…]若普丁等人抵达某个城镇,当地肯定会彻底打扫、整顿、焕然一新,而欧巴马昨日抵达莫斯科时,却好像以为他什么都不会注意到。[ …]
15[…] সাধারণত ঠান্ডা যুদ্ধের সময়কার আবেগকে পুনরায় স্মরণ করা- নিরস্ত্রীকরন এবং মানবাধিকার - এবং মেদভেদ ও পুতিনের প্রতি ওবামার ভিন্ন মনোভাব সমন্ধে সচেতন হওয়া: সাধারণত, সম্মেলন টেবিলে ঠান্ডা সময় উপস্থিত ছিল -রাজনৈতিক বন্দীদের ভবিষ্যৎ এবং অস্ত্রনিয়ন্ত্রণ,[-] শুরু থেকেই ওবামা সাধারণভাবে পুতিন আর মেদভেদের সাথে আলাদা অবস্থান গ্রহণ করেন, কিছু প্রশংসা এবং কিছু নিন্দা, তিনি বলেন যে মেদভেদ সামনে এগোয়, পুতিন তাকে পেছনে টানে[…]
16এলজে ব্যবহারকারী ইয়াকুশেভ ধারাবর্ণনা দিয়েই যাচ্ছেন [রুশ ভাষায়] এই সম্মেলনে আভ্যন্তরিন রাজনৈতিক শাখা বজায় ছিল, আমেরিকার উদ্দীপনায় বিশেষত মেদভেদ-পুতিন বিভক্তি যা আসলে উদারনৈতিক এবং রক্ষণশীল দলের আলাদা অবস্থান:
17[…] ওবামার মস্কো ভ্রমণের বাস্তবতা কি?LiveJournal用户lamerkhav亦认为[俄文]:
18আমি অনুমান করছি ওবামা রাশিয়ার ধনী শ্রেণীর উদারনৈতিক নাগরিক অংশকে সঙ্কেত দিচ্ছে তারা যেন আক্রমনাত্বক হয়। যখন তা দৃশ্যমান হয়, তখন ওবামা রাশিয়ার অভ্যন্তরিন রাজনীতিতে যুক্ত হতে আসেন।[…]不久之前,俄国还相当珍视美国,对美国的态度犹如年轻女孩见到偶像,「酷美国」即理想;如今情势改变,我在媒体及博客看到的态度,让我想起年迈、酸臭的孤独老人,遭到所有人遗弃,我不会试图解释原因为何,显然不是因为求爱不成,而是心态使然。[ …]
19আমেরিকার রাষ্ট্রপতি ভ্রমণের পুর্বেই পরিস্কার করেন যে তারা রাশিয়ায় কাকে সমর্থন করছে। পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছেন, তার এবং মেদভেদের উন্নয়নে তারা সমস্যার সৃষ্টি করবে না।在高峰会本身,LiveJournal用户Nevzlin提到[俄文]解除武装与人权等新冷战元素,也注意到欧巴马对梅德维德夫与普丁态度之异:
20যখন আমেরিকার এই সাধারণ ধৃষ্টতার কোন সরকারী প্রতিউত্তর দেওয়া হয়নি, কেউ উপসংহার টানতে পারে যে ক্রেমলিন ওবামার সাথে একমত। […] এমনকি রাশিয়ার বিরোধী দলের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি ওবামার সাক্ষাতের সময়ও তা ভাবা হয় না।[…]整体而言,会谈气氛相当冷淡,讨论政治犯命运与武器控管议题,欧巴马也切割梅德维德夫与普丁,对两人褒贬不一,认为前者不断前进,后者不断后退。[ …]
21মনে হচ্ছে এটি রাশিয়ার ব্লগারদের আনন্দিত করেছে। এলজে ব্যবহারকারী ভি মিলোভ- একজন বিরোধী দলীয় সমর্থক।Yakushev也提及[俄文]高峰会的国内政治派系问题,怀疑美国是否将总统与总理分割为自由派与保守派:
22তিনি লিখেছেন [রুশ ভাষায়][…]欧巴马访问莫斯科的本质何在?
23[…] বিরোধী দলের সাথে ওবামার সাক্ষাৎ সত্যিকার অর্থেই এক হাস্যরসে পরিণত হয়েছে। এটা সত্যই মহৎ লক্ষণ যে অন্য দিক থেকে নেমেৎসভ এবং কাসপরভকে আমাদের দিক থেকে ডাকা হয়েছিল-কিন্তু সকল কিছু ভালো সংবাদও সেখানে ছিল।我觉得欧巴马似乎鼓励俄国自由派菁英采取主动姿态,欧巴马彷佛前来介入俄国内政,他在 出 访前便已表明美国支持谁,希望普丁不要阻挡他和梅德维德夫前进,由于俄国官方并未回应美国这种常见的无礼行为,外界可相信俄国总统同意欧巴马的看 法。[ …]
24তালিকায় আরো ছিল মিত্রখিন, গোজমান এবং জিইয়ুগানাভ। রাষ্ট্রের বিভাগগুলো অতীতে একপায়ে দাড়িয়ে ছিল।:)।纵然欧巴马与俄国在野阵营代表会晤,也无法取悦俄国博客,在野党支持者v milov写道[俄文]:
25কিন্তু সত্যিকার অর্থে, এ ধরনের ভীড়ের মাঝে একটা সভা আসলে আমেরিকানদের দিক থেকে একটা সাধারণ পাংচার বা ফুটো যারা এই ধরনের ভ্রমণ করার প্রস্তুতি নিয়েছে। এ রকম সভায় সত্যিকারের বিরোধী দল অবশ্যই অবশ্যই অংশ নেবে।[…]欧巴马与在野党会晤的场合变成一场喜剧,虽然Nemtsov与Kasparov能获邀很好,但好消息也仅止于此,出 席 名单还包括Mitrokhin、Gozman与Zyuganov,显示美国国务院还没完全脱离旧时代 老实说,这种会面突显美国方面准备不周,应该让真正的在野人士参加,而非邀请无望的历史人物。[ …]
26অতীতের মতো অসহায় হয়ে বসে থাকা কোন চরিত্র নয় ।[ …] মেদভেদ ও ওবামার সত্যিকারের বিষয়গুলোতে একমত হওয়া দরকার।对于安全政策方面,梅德维德夫与欧巴马同意减少核武与处理阿富汗问题,malkolms指出[俄文]:
27এর মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় নিরাপত্তার মতো বিষয় - যেমন পরমাণু অস্ত্রহ্রাস এবং আফগানিস্থান-এলজে ব্যবহারকারী মালকলমস লিখেছেন[রুশ ভাষায়]:
28[…] যে কোন বিষয় নিয়ে আমেরিকার সাথে চুক্তি করা কি ভাবে সম্ভব (বিশেষত এমন সব গুরুত্বপুর্ন বিষয় নিয়ে, স্টার্ট-নামের এক চুক্তি] যখন আমেরিকা প্রদর্শন করে[এক্সএক্সএক্স] রাশিয়ার সাথে[এক্সএক্সএক্স], আমার দৃষ্টিতে এটা মানহানিকর।
29জ্যাকসন-ভানিক সংশোধন তুলে ধরা না পর্যন্ত আমেরিকার সাথে যে কোন আলোচনা শুরু করা মানহানিকর।美国公开@#$%俄国,俄国怎么还能与美国签署任何协议?
30এবং বিশেষ করে সেই সমস্ত চুক্তিপত্রে স্বাক্ষর করা যা রাশিয়ার অনুকুলে নয়। আমেরিকার আরেক বার ডুবিয়ে দেবে, যেমনটা সে সবসময় করে, ইয়েলেৎসিন এবং ক্লিনটন এর সময় থেকে।[ …]尤其还事关减少核武等重要议题,我认为除非美国先解除冷战时期的Jackson-Vanik修正案,否则俄国与美国对话只会自贬身价,特别是签署协议对俄国不利,正如叶尔钦(Boris Yeltsin)与柯林顿(Bill Clinton)时代,美国此次再次击沉俄国。
31এর ফলে রাশিয়া যে নতুন অবস্থান তৈরি করলো তার কি হবে?俄罗斯重整后又如何?optimist分析美国对俄政策的可信度:
32এলজে ব্যবহারকারী অপটিমিস্ট মস্কোর উপর ওয়াশিংটনের নীতির ভিত্তিতে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে: […] আমার দৃষ্টিতে নতুন অবস্থান নামক শব্দটি সত্যিকার রাজনৈতিক অর্থে কোন অর্থ বহন করে না।[…]我认为「重整」并于真正政治意义,这是个骗词,只是个肥皂泡沫,这个词出现在各处,但没有任何新意,只是回到过去如常,过去俄国与美关系既非冲突,也非相互支配,若此「重整」后有何改变?
33এটা কেবল শব্দের বর্ণনা, গতানুগতিক সাবানের বুদবুদ।[-] এর সকল কিছু আমাদের পর্দায় দৃশ্যমান হয়ে উঠে এসেছে এবং এখন আমাদের কাছে তা অর্থহীন বলে মনে হচ্ছে, যা অতীতের ফিরে আসা, এক ধরনের ব্যবসাও এবং পুর্বে আমাদের যে সম্পর্ক ছিল আমেরিকার সাথে, তাতে কেউ আগে ছিল অথবা কতৃত্বশালি ছিল - তাদের অংশে, যাই হোক কাজেই এখন “পুনরায় স্থাপন করার” করার বদলে কি প্রতিদান দেওয়া হবে”?
34[-] তারা কি আমাদের আগের মতোই বোকা বানাচ্ছে না। […]他们还不是同样耍弄我们…[…]
35এর ফলাফল কি দাড়ায়, এই অবস্থান থেকে এবং একই রকম মন্তব্য থেকে, কি সামান্য বিশেষত্ব আমেরিকা-রাশিয়া সম্মেলনে তৈরী হয়।从这些相似言论看来,社会普遍不重视美俄高峰会的结果,在这些动作之后,真正议题似乎没有带来什么结果,俄国博客圈认为,这场高峰会难以代表美俄关系重整,连两国往来是否友好都成质疑。
36এটা অনেকটা গতির সাথে যাওয়া এক স্বাভাবিক কাজ, যেখানে সত্যিকারের আলোচনার বিষয়ে সামান্য গুরুত্ব রয়েছে।图片除另标明,均来自america.gov/ru
37কাজেই রাশিয়ার ব্লগারদের প্রতিক্রিয়া বিচার করলে দেখা যাবে মস্কো ২০০৯ আমেরিকা-রাশিয়া সম্মেলন আমেরিকা রাশিয়ার সর্ম্পকের ক্ষেত্রে হয়তো সামান্য পরিমান আঁচড় ফেলবে ।
38ছবি, যদিও উল্লেখ করার প্রয়োজন নেই তবুও জানাই আমেরিকা. গভ/আরইউ থেকে নেওয়া校对:Soup