Sentence alignment for gv-ben-20090407-2211.xml (html) - gv-zhs-20090406-2271.xml (html)

#benzhs
1কলম্বিয়া: জাতীয় পুলিশ বাহিনী তাদের কাজ ইউটিউবে তুলে ধরছে কলম্বিয়ার পুলিশ বাহিনী একটি নতুন পরিকল্পনা তৈরী করেছে।哥伦比亚:警方设立网络影片频道
2সেখানে তারা কিভাবে নিজেদের ভেতরে কাজ করে, তার কিছু উদাহরণ ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে। তারা যে সমস্ত নতুন প্রযুক্তি প্রয়োগ করছে সেগুলো এই সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে।哥伦比亚警方已成立YouTube频道,上传各种相关影片,包括警方采用的新科技、民众感谢警方片段、新安全宣导活动、执法过程等。
3নাগরিকদের সাহায্য করার জন্য তাদের পুলিশকে ধন্যবাদ জানানো, পুলিশের নতুন প্রচারণা ও যখন তারা অভিযানে থাকে সেই সময়কার গোলাগুলির দৃশ্য এই সমস্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে। নীচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিদেশী পুলিশকে ধন্যবাদ দিচ্ছে।以下影片中,一名外籍人士感谢警方,因为他在美德因(Medellin)市区遭抢劫时,警方立刻提供援助:
4যখন মেডেলিনের শহরতলীতে তার জিনিষপত্র ছিনতাই হচ্ছিল, ঠিক তখনই সময়মতো পুলিশ এসে হাজির হয়।下一段影片则是哥伦比亚警方唯一女性狙击手的访谈内容:
5এর পরের ভিডিওতে রয়েছে কলম্বিয়ার একমাত্র মহিলা স্নাইপার (লক্ষ্যভেদী বন্দুক চালক) এর সাক্ষাৎকার:甚至还有这个片段,哥国在国际间获奖无数的歌手Juanes为员警表演以表达谢意:
6এমনকি তাদের কাছে সেই দৃশ্য রয়েছে, যেখানে কলম্বিয়ার আর্ন্তজাতিক পুরস্কার পাওয়া গায়ক জুয়ানেস পুলিশ সদস্যসের উৎসর্গ করে গাওয়া গান, ‘এ কাপ্পেলা' গাওয়ার আগে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে।
7শেষ এই ভিডিওটিতে মেডেলিন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট ব্যাংকের সম্মেলন অনুষ্ঠানের সময় যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বর্ণনা রয়েছে।最后这则影片里,报导警方在国际发展银行会议于美德因召开期间的各项安全措施,直升机飞越上空协助地面勤务,影片中鸟瞰市区内各大地标:
8সে সময় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে শহরের উপরে হেলিকাপ্টার উড়ছিল যাতে শহরটির অনেক পরিচিত চেনা এলাকাকে উপর থেকে দেখা যায় ।校对:dreamf