# | ben | zhs |
---|
1 | পেরু: কুস্কোর বন্যা আক্রান্তদের জন্য সাহায্য আর উদ্ধারকাজ | 秘鲁:援救与援助水灾灾民 |
2 | পেরুর কুস্কোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েই গেছে কারন বৃষ্টি এখনও কমেনি (পহেলা ফেব্রুয়ারী, ২০১০)। তবে এটাই একমাত্র সমস্যা না যা এই এলাকা সম্মুখীন হচ্ছে। | 因为雨势并未停歇,秘鲁库斯可(Cusco)地区状况仍然危急,但这还不是当地唯一问题,外界传闻指称观光客得付钱才能获援救,不过政府否认;智利政府则于1月21日派遣飞机接回智利民众,获救民众的照片见此。 |
3 | এমন দোষারোপ আর গুজব বেরিয়েছে যে পর্যটকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে তাদের উদ্ধারের জন্য যা অবশ্য কর্তৃপক্ষ অস্বীকার করেছেন। | Huacarpay地区浸水街道画面来自Zenobio Valencia,经许可后使用 |
4 | ২১শে জানুয়ারী চিলির সরকার বিশাল একটা হারকিউলিস বিমান পাঠিয়েছে চিলির নাগরিকদের তুলে আনার জন্য। যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের ছবি পাবেন এখানে। | 其他报导也陆续出现,例如在马丘皮丘(Machu Picchu)遗迹入口的Aguas Calientes地区,粮价传闻已高涨,检察总长下令调查,若查证餐厅与商家出现投机价格,就要采取行动。 |
5 | হুয়াকারপেইয়ের বন্যা প্লাবিত রাস্তা। ছবি জেনেবিও ভালেঞ্চিয়ার তোলা (অনুমতিক্রমে ব্যবহৃত)। | 一如预期,新闻很快报导灾民不满发放援助状况不够透明,许多人也希望政府处理此事。 |
6 | খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে অন্যান্য রিপোর্ট সামনে এসেছে আগুয়াস ক্যালিন্টেস এলাকায়, মাচু পিচু শহরের প্রবেশদ্বারে। এটর্নি জেনারেল তদন্তের হুকুম দেন যাচাই করে দেখতে যে রেস্টুরেন্ট আর দোকানে দাম কেমন আছে। | 除此之外,人们也担心至印加步道及圣谷健行的观光客,当地最早发生山崩,据估计事发当时约有1500名观光客,但至今不知他们的安危,估算马丘皮丘及邻近地区在水灾时应有2000名旅客。 |
7 | যেমন আশা করা হয়েছিল, শীঘ্রই খবর বের হয় আক্রান্তদের মধ্যে সাহায্য বিতরণে স্বচ্ছতার অভাব সম্পর্কে । | Twitter用户不断张贴库斯可及附近地区的相关资讯,部分内容也呈现人性两面: |
8 | অনেকে আশা করছেন যে সরকার ব্যাপারটা দেখবেন। | @harrygonzales: |
9 | এর সাথে ভূমি ধস যখন শুরু হয় যেসব পর্যটক সেক্রেড ভ্যালিতে ইঙ্কা ট্রেলে হাটছিলেন তাদের নিয়ে চিন্তা আছে। ধারণা করা হচ্ছে সেই সময়ে এলাকায় প্রায় ১৫০০ পর্যটক ছিলেন, কিন্তু এখন পর্যন্ত জানা যায় নি তারা নিরাপদ আছেন কিনা। | 大水仍持续涌进Armas广场,请帮助我们的同胞。http://tweetphoto.com/9723290 |
10 | মাচু পিচুর চারিদিকে মোট পর্যটকের সংখ্যা প্রায় ২০০০ বলে ধারণা করা হচ্ছে। | @harrygonzales: |
11 | কুস্কোর চারিদিকে কি হচ্ছে তা নিয়ে টুইটারা ব্যবহারকারীরা তথ্য জানাচ্ছেন। কিছু কিছু টুইট মানবিকতার দুই দিক দেখাচ্ছে: | Pisonay地区灾民目前安置于Calca的活动中心。http://tweetphoto.com/9742996 |
12 | @হ্যারিগঞ্জালেস: আরমাস প্লাজাতে পানি আসছেই আমাদের ভাই বোনদের সাহায্য করতে। | Lynn Mora @lynnmora: |
13 | #কুস্কো http://tweetphoto.com/9723290 | 库斯可的男童军前往灾区帮忙。 |
14 | @হ্যারিগঞ্জালেস: | @elcaminerito: |
15 | পিসোনেয়তে যারা আক্রান্ত হয়েছেন তারা এখন কালকার বিনোদন কেন্দ্রে আছেন। http://tweetphoto.com/9742996 #Cusco লিন মোরা @লিন্মোরা: | 据说有盗贼在Huacarpay及Pisac等地趁火打劫,志工请指认他们,并避免造成问题。 |
16 | কুস্কোতে বয় স্কাউটদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয় আক্রান্তদের সাহায্য করতে। @এল্কামিনেরিটো | Marco Moscoso定期使用Twicpic张贴照片,也协助制作呈现紧急区域的互动地区: |
17 | তারা বলছে যে হুয়াকারপায় আর পিসাকে চোর সব লুট করছে, স্বেচ্ছাসেবীরা দয়া করে তাদের সনাক্ত করেন, ঝামেলা এড়াবার জন্য। | Cusco under Emergency完整地图请见此 |
18 | মারকো মোস্কোসো তার টুইটপিক অ্যাকাউন্টে নিয়মিত ছবি পোস্ট করছেন, আর তিনি বন্যাদুর্গত এলাকা দেখানোর ইন্টার অ্যাক্টিভ মানচিত্র তৈরির পিছনের একটি চালিকা শক্তি: | 在这篇文章中,Cambiando el Mundo博客列出Huacarpay地区灾民需要捐助的物资清单(英文),当地受到大水重创。 |
19 | Ver Cusco en Emergencia en un mapa más grande ব্লগ ক্যাম্বিয়ান্ডো এল মুন্ডো (বিশ্বকে পরিবর্তন করা) এর এই পোস্টে হুকারপায়ের মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর একটি তালিকা পাওয়া যাবে (ইংরেজীতে)। | Facebook网站也出现一个群组,要募集帮助库斯可的力量:A United Cusco Against the Misfortune!!。 |
20 | এই গোত্রটি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। | 本文英文版由Eduardo Ávila译自西班牙文 |
21 | একটা ফেসবুক দলও আছে কুস্কোর জন্য সাহায্য সংগ্রহ করতে: কুস্কোর দুর্ভাগ্যের বিরুদ্ধে সম্মিলিত হন!! | 校对:Soup |