# | ben | zhs |
---|
1 | প্যালেস্টাইন: গৃহের বাইরে এক সবুজ গৃহ | 巴勒斯坦:远离故乡的绿色家园 |
2 | আমেরিকার কবি ওয়াইল্ট হুইটম্যান বলেছিলেন, “যখন ব্যবসা, রাজনীতি, উৎসবমুখর পরিবেশ বা এ রকম কিছু থেকে কেউ বিরক্ত হয়ে পড়ে-এবং আবিষ্কার করে যে অবশেষে এসকল কিছুই তাকে তৃপ্ত করতে পারছে না, অথবা স্থায়ী কোন শান্তি প্রদান করতে পারছে না- তখন আর কি বাকি থাকে? | 美国诗人华特‧惠特曼说:「一旦你厌倦了生意、政治与交际,到头来发现竟没什么事情可以满足你或持续得够久。 还剩下什么呢? |
3 | তখন অবশিষ্ট যা থাকে, তা হল প্রকৃতি”। | 唯有自然。」 |
4 | এই পোস্টে আমরা দুটি নারীর কথা শুনব যারা প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। | 两位热爱自然的女性在这篇文章里分享她们的想法:一位修女在修道院庭院找到家的感觉,而另一位住在都市里的母亲则在公寓阳台上实现乡间花园梦。 |
5 | একজন নান (খ্রিস্টান সন্ন্যাসিনী) যে মঠের বাগানে তার আবাস গেড়েছেন এবং শহরে বাস করা এক মা যে তার স্বপ্নের গ্রামের বাগানটিকে শহরের বাসস্থান বা অ্যাপার্টমেন্টের বারান্দায় তুলে এনেছেন। | 鲁巴‧安纳卜塔维(Ruba Anabtawi)访问喜爱植物的安洁拉修女。 |
6 | রুবা আনাবতাউয়ি, সিস্টার এঞ্জেলার (খ্রিস্টান সন্ন্যাসিনী যারা বিয়ে করে না তাদের সিস্টার বলে অভিহিত করা হয়) সাক্ষাৎকার নিয়েছেন, যে গাছপালাকে বিশেষ ভালোবাসে। | 安洁拉修女出生于黎巴嫩,目前与玫瑰道明传教修女会(Rosary Sisters)在耶路撒冷北部的贝特汉尼那(Beit Hanina)服务。 |
7 | তার জন্মস্থান লেবানন, কিন্তু এখন তিনি জেরুজালেমের উত্তরে বেইট হানিনার রোসারেই সিস্টারদের সাথে বাস করছেন। | 安洁拉‧纳朗(Angela Nahran)小名纳拉(Najla),在家人的反对声中就圣职。 |
8 | “গাছের পৃথিবীর গৌরব এবং ধর্ম জীবনের অর্থ তৈরি করে” এভাবেই এঞ্জেলা গাছের সাথে আদেশ গ্রহণের বিষয়টিকে যুক্ত করে। | 她的心意坚定,决意先在黎巴嫩服务,被认可之后接受梵蒂冈的指示前往巴勒斯坦担任修女。 |
9 | সিস্টার এঞ্জেলা | 那是九零年代初期的事。 |
10 | কি ভাবে এই যোগসূত্র গাছের উন্নয়নের সাথে সম্পৃক্ত? | […] 安洁拉在图尔萨(Tourza)这个被田野包围的绿色村庄长大,但那时她对植物没什么感觉。 |
11 | জেরুজালেমে আসার চার বছর পর গাছেদের প্রতি এঞ্জেলার ভালোবাসা জন্ম নেয়, যখন সে তার মাদার সুপিরিয়র নামে পরিচিত উর্ধ্বতন নানের সাথে মঠের বাগান দেখতে বের হয়। | 直到进入修道院后,几乎所有时间都要贡献服务,初期的适应困难与思乡之苦让安洁拉发现,除了照顾年迈修女与安排家务,照料植物也对她有重要的意义。 |
12 | তার কাছ থেকে এঞ্জেলা কি ভাবে গাছের দেখাশুনা করতে হবে তার মূল কৌশল শিখে নেয় এবং তাদের প্রতি যত্ন নেবার আগ্রহ লাভ করে। | 「植物是大地的荣耀,宗教是生命的意义」,安洁拉如此连结植物与接受圣职。 |
13 | এই ঘটনাটি এঞ্জেলাকে তার চারপাশের প্রকৃতির দিকে আরো মনোযোগী করে তোলে, যা প্রকৃতির সাথে তার এক বিশেষ সম্পর্ক ও শক্তিশালী বন্ধন গড়ে তোলে। | 安洁拉修女 安洁拉与植物的关系是怎么展开的呢? |
14 | এই বিষয়ে অন্য নানদের আগ্রহ জেগে উঠেছে, যার ফলে এই মঠে এঞ্জেলার সুনাম বাড়তে থাকে। | 安洁拉到耶路撒冷四年后开始爱上植物,那阵子她常陪着修道院院长游赏院内的花园。 |
15 | কখনো কখনো তাকে গাছের বীজ বুনতে দেখা যায় এবং কখনো গৃহে চারা বয়ে আনতে দেখা যায় এবং অনেক সময় দেখা যায় তিনি এই সমস্ত চারার পাতা থেকে ধুলা সরিয়ে দিতে দেখা যায়, যাতে এই সমস্ত গাছগুলোকে উজ্জ্বল দেখায়। | 从院长那里,安洁拉学到照料植物的基本知识与一 份对植物的深切情感。 |
16 | চারায় পানি ও গাছের শিকড় ছেঁটে দেওয়া ছাড়াও, তিনি সিস্টারদের উৎসাহ দেন স্থানীয় ফলের উপর নির্ভর করতে এবং মালিদের পরামর্শ দেন যেন তারা রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে এবং যখন তিনি উপস্থিত থাকেন না তখন যেন তারা গাছের যত্ন নেয়। | 这段经验让安洁拉更留心周遭环境,也与自然建立起独特的关系与紧密连结。 其他的修女也跟着对植物产生兴趣,安洁拉在院里也更加出名 了。 |
17 | নতুন চার রোপনের বাইরে এ সমস্ত বাড়তি কাজ সে করে। | 有时候她培植籽苗或修剪苗木,其他时候则看到她细心照料屋内的植物,把灰尘拂去让叶片发亮。 |
18 | এই সমস্ত কাজের প্রদর্শন যা কিনা মঠ এবং তার বাইরে এক এক আওয়াজের প্রতিধ্বনি তৈরি করে: “এঞ্জেলার সময়ে এখানকার গাছের লম্বা জীবন পায় এবং তারা মরে না”। | 除了替植物浇水与修剪树根,安洁拉鼓励修女们多利用本土树 木的果实,每当出门远行她也提醒园丁不要使用化学药剂。 |
19 | আক্কা থেকে রাশা হেলওয়া আমাদের তার মায়ের বাগানের কথা লিখে পাঠিয়েছে: | 此外,她也引进新的树种。 |
20 | আমার মায়ের না সাহদিয়া (উম ইসকান্দার), তিনি সাফাদ জেলার ইকরিথ গ্রামের এক উদ্বাস্তু, তবে তার জন্ম হয়েছিল গ্যালিলে এলাকার রামেহ গ্রামে। | 这些都是修道院内外的人们所津津乐道的:「只要安洁拉在,那些树总是活得 长长久久。」 |
21 | তিনি সাজুর নামের এক গ্রামে ২০ বছরের বেশি সময় ধরে সেবিকার কাজ করেছেন, যা রামেহ নামের এক গ্রামের সীমান্তে অবস্থিত। | 来自阿卡(Akka)的拉莎‧赫娃(Rasha Helwa)写了关于母亲的花园: |
22 | আমরা মা ও বাবা ১৯৮২ সালে বিয়ে করেন এবং বিয়ের পর তারা আক্কা শহরে বাস করার সিদ্ধান্ত নেয় (এই শহরটি আমার পিতার জন্মভূমি এবং তার প্রথম প্রেম-মায়ের অনুমতিক্রমে তারা সেখানে বাস করতে শুরু করে), আমার মা স্বপ্ন দেখত এবং এখনো দেখে, পাহাড়ের কাছে এক গ্রামে এক বাড়ি যার মধ্যে থাকবে এক সবুজ বাগান এবং যেই বাগানের মাটিতে তিনি নিজ হাতে গাছের চারা, সব্জি,ফল এবং ফুল জন্মাবেন। | 我的母亲沙迪亚(Shadia或Iskander)是萨法德(Safad)的伊克利(Iqrith)村的难民,但她的故乡其实是加利利(Galilee)的拉莫(Rameh)。 她在拉莫附近的萨朱(Sajur)当了至少二十年的护士。 |
23 | আক্কার প্রতি আমার মায়ের ভালোবাসা সত্ত্বেও এখনো তিনি পাহাড় এবং গ্রাম এবং এক তরুণী কৃষাণীর স্বপ্নের চাদরে মোড়া বাগানের কথা ভাবতে ভালোবাসেন- শহর তার এই স্বপ্ন দিয়ে কি করবে?- যে স্বপ্ন তার পুরণ হয়, আমাদের অনুপস্থিতিতে তাকে সঙ্গ দেবার জন্য, আমরা তার পুত্র এবং কন্যারা, যখন বড় হয়ে যাই এবং অন্য এক বন্দরের খোঁজে ছোট্ট শহরটা ত্যাগ করি, তখন। | 1982年父母结婚之后决定落脚阿卡(这里是父亲与初恋情人的故乡,因此得经过母亲的首肯),母亲总是向往坐落山村的小屋,有个花园,她可以在土地上耕种喜爱的植物、蔬菜、水果与花朵。 尽管母亲对阿卡城也有感情,但她还是长久渴望山林、村落与年轻农家女孩所梦想的花园。 |
24 | শাহিদার বাগান | 她跟大城市的渊源不深。 当子女长大离开小城远走他乡,她梦想会结出果实与她作伴。 |
25 | এক বছর আগে, আমার পিতা মাকে কাঠের রঙের মত দেখতে তিনটি ফুলের টব এনে দিয়েছেন এবং সেগুলোকে এপার্টমেন্টের মূল জানালায় ( নীচের অংশে) রাখে যা দিয়ে পাশের সমুদ্র দেখা যায়। | 沙迪亚的院子 大约一年前,父亲买了三个木纹花盆送给母亲,就放在公寓里那扇可以俯瞰大海的主窗上面。 |
26 | আমার মা সেই টবে কোন রঙিন ফুলের গাছ লাগায়নি; সেখানে তিনি পুদিনা, খাবারের স্বাদ বৃদ্ধির জন্য যে গাছের পাতা ব্যবহার হয় সেই সেজ গাছ, লাল মরিচ, রোজমেরি নামক গুল্ম লাগিয়েছে… ২০ বছর ধরে আক্কায় বাস করার পরও আমার মা এক সাধারণ সমীকরণ খুঁজে বের করেছে যার দ্বারা সে সে রামেহ এব ইকরিথকে এই শহরে সফল ভাবে তুলে এনেছে একেবারে তার ঘরে, যা কিনা সমুদ্রের দ্বারা পরিবেস্টিত এক শহরের পুরোন ভবনের চতুর্থ তলায় অবস্থিত, এবং তিনি বাজার থেকে পুদিনা পাতা কেনা বন্ধ করে দিয়েছেন। | 母亲没有在花盆里种下鲜艳灿烂的花朵;她栽种了薄荷、鼠尾草、红椒与迷迭香… 在阿卡生活二十七年之后,母亲找到一个简单的平衡点, 成功地把拉莫村与伊克利村带到这个被海围绕的城市里,带到这栋老旧公寓的三楼,而且,今后她也不必上市场买薄荷了。 |
27 | | 校对:Soup |