# | ben | zhs |
---|
1 | জাপান ফুলে ভরা | 日本樱花盛开 |
2 | জাপানে বসন্ত এসেছে বছরের প্রথম চেরী ব্লসম (ফুল ফোটা) এর সাথে। জাপানীরা অধীর আগ্রহে প্রতীক্ষা করে থাকে আবহাওয়া পরিদপ্তরের ফুল ফোটার পূর্বাভাস এর জন্যে যা দেখে তারা চেরী ফুল ফোটার শ্রেষ্ঠ দিনটি (হানামি) ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখে। | 春天降临日本,带来今年第一波樱花盛开,人们焦急地等待日本气象厅公布的樱花绽放预测,并在日历上作记号,标记出门赏樱最好的一天,当樱花前线(sakurazensen)往北移动,3月22日静冈、熊本、东京的樱花率先开花,今年的花期较往年平均开花日期早了几天,许多日本博客连忙抢拍樱花盛开的美景。 |
3 | চেরী ব্লসমের অন্চল (সাকুরাজেনসেন) আস্তে আস্তে উত্তরের দিকে চলে যাচ্ছে। এবারে শিযুওকা, কুমামোটো এবং টোকিওতে চেরী ফুল ফোটা শুরু করেছে মার্চের ২২ তারিখ থেকে, সাধারণত যে সময় হয় তার কয়েকদিন আগেই। | 花之研究室(One Drop Room with Flowers)的Rieko Koizumi,在博客中纪录了每天生活中遇见的花朵,在「官方宣布」樱花花季正式来临前,拍下了樱花。 |
4 | অনেক জাপানী ব্লগারই চেরী ব্লসমসের ছবি তুলেছেন এবং তাদের ব্লগে দেখিয়েছেন। | Rieko Koizumi发表于花之研究室,遵照创用CC授权使用,授权见此。 |
5 | ওয়ান ড্রপ রুম উইথ ফ্লাওয়ার্স ফটো ব্লগের রিকো কইজুমী, যিনি তার প্রাত্যহিক জীবনে দেখা ফুলের ছবি তুলে ব্লগে দেন, অফিশিয়াল চেরী ঋতু শুরু হওয়ার আগেই একটি চেরী ফুলের ছবি তুলেছেন: | |
6 | (ছবি: রিকো কইজুমী -ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত) আজ বিকেলে আমি হঠাৎ করেই গোলাপী ও লাল কিছু একটা দুর থেকে দেখে থমকে যাই। | 今天傍晚,我远远地看见有个粉红色的身影,走近一看,发现这朵花悄悄地绽放了。 |
7 | আমি কাছে যাই এবং এই (উপরের) ফুলটি নি:শব্দে ফুটে থাকতে দেখি। | 以下是由另一个写真博客skyseeker发布 |
8 | আরেকটি ফটোব্লগ স্কাইসিকারের সৌজন্যে আরও কয়েকটি চেরী ফুলের ছবি: | 发表于skyseeker,遵照创用CC授权使用,授权见此。 |
9 | (ছবি: স্কাইসিকার -ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত) ‘কিশামিচি'র চেরী গাছের সারি, সাকুরাগিচো স্টেশন এবং নতুন পোর্ট এলাকা যাওয়ার পথে। | 连接横滨樱木町(Sakuragicho)与新港地区的汽车道(Kishamich),两旁的樱花,很难形容那种美,我想不出有什么字足以形容。 |
10 | এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আমার বলার কোন ভাষা নেই। | Danny Choo摄影,遵照创用CC授权使用,授权见此。 |
11 | (ছবি: ড্যানি চু -ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত) | 博客 A Blue Swan则反思,日本文化中樱花为何如此特别? |
12 | ব্লগার এ ব্লু সোয়ান জানাচ্ছেন কেন চেরী ব্লসম জাপানী সংস্কৃতিতে এত গুরুত্বপূর্ণ: চেরী গাছগুলো এখন ফোটা ফুলে ছেয়ে আছে। | 樱花盛开时,引来许多虫子,樱树非花期时并不美,不能当建材使用,果实不能吃,樱花很快就凋谢,所以,樱树实在称不上实用的树种。 |
13 | যখন এর ফুলে ফুটে থাকে না তখন কিন্তু এ গাছ দেখতে তেমন সুন্দর নয়, এতে পোকা হয়, এটি দিয়ে কিছু বানানো যায় না, এর ফল খাওয়া যায় না, এর ফুল এত দ্রুত ঝরে পরে। হ্যা এটি খুব কাজের গাছ নয়। | 但是,日本人非常喜欢樱花,因为日本人自古以来便体认到生命的无常,就像樱花花期的短暂易逝,人的生命一眨眼便殒落了,就好比樱花一眨眼便凋落了,日本人在此间发现世间运行的道理。 |
14 | কিন্তু ঐতিহ্যগতভাবেই জাপানীরা চেরী ফুলকে ভালবেসে এসেছে। | sputnik摄影,,遵照创用CC授权使用,授权见此。 |
15 | কারন প্রাচীন কাল থেকেই জাপানীদের জীবন সম্পর্কে একটি অস্থায়ী ও ক্ষয়িষ্ণু ভাবনা আছে যা এই ফুলের ক্ষনস্থায়ী জীবনের সাথে খুব মিলে যায়। | |
16 | এরা (জাপানীরা) এক নিমেষে মরে যাওয়া মানুষের ছবিকে কল্পনা করে নেয় নিমেষে পরে যাওয়া চেরী ফুলের পাপড়িতে। | 博客sutnik blog发表花见之旅所拍下的照片,田野中樱花盛开的美景,包括上图,并写道: |
17 | এবং তখন তারা এর মর্ম বুঝতে পারে। (ছবি: স্পুটনিক -ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত) | 今年也去了,去年在同样的地方赏樱,幸好我有来。 |
18 | স্পুটনিক ব্লগ তাদের হানামি (চেরী ফুল ফোটা দেখা) ভ্রমণে সর্ষেক্ষেতে চেরী ব্লসমের ছবি পোস্ট করেছে উপেরর ছবিটি সহ এবং লিখছে: | |
19 | এ বছর আবার বের হলা। গত বছরও ঠিক এই যায়গায় হানামিতে এসেছিলাম। | 去年因为我是下午才到,已经人山人海大混乱,今年决定一早就去,早上7点前就到了。 |
20 | আমি খুশি যে এবারও এসেছি। কারন গত বার দুপরের ঠিক পর আসায় খুব ভীড় হয়েছিল। | 虽然如此,但很惊讶的是已经有人先到了…不过因为到的早,我可以悠闲地赏花。 |
21 | তাই এ বছর সকাল সাতটার আগেই হাজির হয়েছি। তবে ইতিমধ্যেই বেশ কিছু লোক দেখে অবাকই হচ্ছি।.. | 樱花浅浅的粉红加上油菜花令人愉悦的嫩黄,颜色多么温柔优雅的景致,让人联想到天堂应该也是如此吧! |
22 | তবে সকালে আসায় আরামে ফুলগুলো দেখতে পাচ্ছি। | 校对:Portnoy |
23 | চেরী ফুলের বিষন্ন গোলাপী রং আর সর্ষে ফুলের ঝিম ধরানো হলুদ রং, হাল্কা রংয়ের এই অপূর্ব চিত্র দেখে মনে হচ্ছে স্বর্গ মনে হয় এমনই দেখতে। | |