# | ben | zhs |
---|
1 | উরুগুয়ে: নির্বাচনের মৌসুম ঘনিয়ে আসছে | 乌拉圭:又到选举季 |
2 | উরুগুয়ের সেই অভিজ্ঞতা অর্জন করার দিন আবার ঘনিয়ে আসছে, যা সে প্রতি পাঁচ বছরে একবার অর্জন করে, এক নির্বাচনী অভিজ্ঞতা, যা এ বছরের অক্টোবরের ২৫ তারিখ রোববারে অনুষ্ঠিত হবে। | |
3 | যদি কোন একক প্রার্থী কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠ ভোট না পায়, তা হলে নভেম্বর মাসের শেষ রবিবারে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। | |
4 | উরুগুয়ের নির্বাচনী দিন পঞ্জিকার ব্যস্ততম ১২টি মাস হবে এই সময়টি, আভ্যন্তরীণ নির্বাচন অথবা দলীয় নির্বাচন জুনের শেষে অনুষ্ঠিত হবে। | 乌拉圭每五年便会经历一次大选洗礼,今年选举日期订在10月25日,但若无任何候选人获得过半数选票,就得在11月最后一个星期天举行第二轮投票。 |
5 | এর পরেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি এবং পৌরসভার নির্বাচন, যা ২০১০ সালে মে মাসে অনুষ্ঠিত হবে। | 乌拉圭每回选举季都会为期12个月,先是今年6月举办党内初选,接着是总统大选,2010年3月则是地方选举。 |
6 | নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছে অনেক দল, কিন্তু নির্বাচনে অংশ গ্রহণ করার তালিকাতে রাজনৈতিক দলের পরিমাণ কমে এসেছে। দেখা হচ্ছে অনেক দলের নির্বাচনে জেতার যোগ্যতা রয়েছে কিনা। | 许多政党都参与竞争,但若估算至少能获得一席国会议员的政党,数量就少得多,例如「国家党」(又称白党,National Party)为一传统政党,亦为现任政府主要反对者;「广大阵线」(Broad Front)为执政党,立场较为左倾,虽然成立时间不长,但仍属于「传统」政党。 |
7 | নির্বাচনে এই বিষয়টি বিচার করা হয়। নির্বাচনে অন্তত একটি সংসদীয় আসন জেতার মত দলের ক্ষমতা রয়েছে কিনা তা বিচার করা হয়। | 乌拉圭Colonia de Sacramento地区的竞选标语,照片来自Flickr用户Marisali,依据创用CC授权使用 |
8 | এই সব দলের মধ্যে ন্যাশনাল পার্টিকে (হোয়াইট পার্টিকে) বিবেচনা করা হয় অন্যতম ঐতিহ্যগত দল হিসেবে। এই দলের প্রধান বিরোধী দল বর্তমানে সরকারে রয়েছে। | 主要总统候选人即来自这两大政党,其中也包括早已闻名全国的人物,国家党候选人拉卡耶博士(Dr. |
9 | এর বাইরে আরো রয়েছে ব্রড ফ্রন্ট, যারা বর্তমান সরকারের একটি অংশ এবং তাদেরও বিবেচনায় করা হয় বাম ধারার এবং একই সাথে দেশটির এক ঐতিহ্যবাহী দল হিসেবে। | |
10 | যদিও তারা এক তরুণ দল। | Luis A. |
11 | উরুগুয়ের কলোনিয়া ডে সাক্রামেন্তেতে চলানো এক প্রচারণা ছবি, ছবিটি তুলেছেন মারিসালি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে, | |
12 | রাষ্ট্রপতি পদের জন্য যাদের প্রধান গুরুত্বপূর্ণ প্রার্থী বলে মনে করা হচ্ছে, তারা দুজন ব্রড ফ্রন্ট ও ন্যাশনাল পার্টির প্রার্থী। | |
13 | অন্যতম প্রধান এক প্রার্থী উরুগুয়ের খুবই পরিচিত মুখ। | Lacalle)于1994年至2004年担任总统,亦为主要挑战者。 |
14 | তার নাম ড: লুইস এ লাকালে, তিনি ন্যাশনাল পার্টির প্রার্থী এবং ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। | |
15 | বিবেচনা করা হচ্ছে তিনি ব্রড ফ্রন্টের প্রার্থীর অন্যতম প্রতিদ্বন্দ্বী হবেন। | |
16 | অন্যদিকে বলা যায় ফ্রন্টের প্রার্থী বেশ বর্ণ ময় চরিত্রের অধিকারি, যাকে প্রায়শঃ রাজনৈতিক চুক্তি ও অনুষ্ঠান দেখা যায়। জোশে “এল পেপে” মুজিকার সাথে দেশটির স্বাধীনতা আন্দোলন টুপামারাসের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা ১৯৬০ এর দশকে ঘটেছিল। | 执政党候选人则相当多采多姿,亦非出身于传统政治圈,穆西卡(José “El Pepe” Mujica)曾参与六零年代的国家解放运动「Tupamaros」,当时他是游击队一员,曾遭逮捕四次,也两度从Punta Carretas监狱中脱逃,他总共在狱15年,最后一次入狱则1972年至1985年。 |
17 | সে সময় তিনি এক গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং চারবার গ্রেফতার হয়েছিলেন এবং দুইবার পুনটা কাররেটাস জেলখানা থেকে পালিয়েছিলেন। | |
18 | এর বাইরেও তিনি ১৫ বছর জেলে কাটিয়েছেন। তার শেষবার জেল যাত্রা ঘটেছিল ১৯৭২ -১৯৮৫ সাল পর্যন্ত। | 军事独裁体制垮台后,国家回归民主,穆西卡改变武器,先后成为众议员与参议员,目前为农业部长。 |
19 | যখন সামরিক শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়, মুজিকা তার কৌশল বদলে ফেলে। | 博客Jorge Oyhenard整理各候选人如何运用网络竞选[西班牙文],提到多数政党及候选人皆设有网站,但尚未完全发挥Web 2.0与社会网络的力量。 |
20 | সে সময় তিনি একজন প্রতিনিধি ও সিনেটর নির্বাচিত হন। বর্তমান সরকারের তিনি গবাদিপশু ও কৃষি সম্পদ মন্ত্রী। | 在这场大选中,讨论话题其实不多,公共安全成为一项焦点,因为过去几年犯罪事件屡见不鲜;财税是另一项议题,不过目前竞选活动里已充斥各种传统竞选语言[西文],Uy Elecciones博客提到: |
21 | ব্লগার জর্জ ওহিয়ানডার এক নজর চোখ বুলিয়েছেন কি ভাবে বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণা চালানোর জন্য ইন্টারনেট ব্যবহার করেছে [স্প্যানিশ ভাষায়]। তিনি জানাচ্ছেন বেশীরভাগ দল ও প্রার্থীর নিজস্ব ওয়েবসাইট রয়েছে। | 若火星人降落在乌拉圭(或其他国家),阅读(或聆听)不同政党提出的政见,他会很意外人人都关心社会正义(计划协助弱势、 公平教 育与医疗等)以及环境,也佷重视退休人士福利(每天听过不只一次)、政府透明(目前人人都支持此事,很棒吧?) |
22 | কিন্তু এখন পর্যন্ত তারা ওয়েব ২. ০ এবং সোশাল নেটওয়ার্ক সাইটের সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হয়নি। | 等,当每个政党都使用现代选举的大众媒体策 略,便创造出一片模糊,让人不得不觉得「这些政党全都一样」。 |
23 | যখন মঞ্চ প্রস্তুত করা হয়েছে, আলোচনার জন্য কিছু বিষয় রয়েছে। | 校对:Soup |
24 | সম্প্রতি বেশ কয়েক বছর অপরাধ বেড়ে যাওয়ায় জন নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, একই সাথে কর বেশ গুরুত্বপূর্ণ বিষয়। | |
25 | তবে বর্তমান প্রচারণা ইতোমধ্যে অনেক অলংঙ্কারপূর্ণ বাক্য দিয়ে পূর্ণ, যেমনটা ব্লগ ইউই ইলেকসিওনশ [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে: | |
26 | যদি মঙ্গলের কোন অধিবাসী উরুগুয়েতে অবতরণ করে (অথবা পৃথিবীর অন্য কোন দেশে) এবং দেশটির সরকার পরিচালনার জন্য বিভিন্ন দলের তৈরি প্রস্তাবনা পড়ে (অথবা শোনে), তা হলে সে এক বিস্ময় আবিষ্কার করবে, এখন সবাই সামাজিক ন্যায়বিচারের কথা বলছে ( সমাজের সবচেয়ে দুর্ভাগাদের জন্য উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ইত্যাদি প্রদানের কথা বলছে), এর সাথে রয়েছে পরিবেশ উন্নয়নের কথা, যারা অবসর জীবন কাটাচ্ছেন তাদের নানাবিধ সুবিধা প্রদান, (এবং অবশ্যই তাদের নাম নেওয়া হচ্ছে প্রতিদিনের চেয়ে বেশি), স্বচ্ছতা (এই বিষয়ে বলা যায়, এটা রাষ্ট্রের নীতি, সকলেই একে সমর্থন করে, বিষয়টি ভালো, নয় কি?) এসব আমাদের রয়েছে; সবার এই একই সুরে বলা, আধুনিক প্রচারণার সৃষ্টি, যা এক ধুসর মেঘ সৃষ্টি করে। | |
27 | এর ফলে এই বিষয়টি সবার মনে একই চিন্তা এনে দেয় যে, “তারা সকলেই আসলে এক রকম”। | |