# | ben | zhs |
---|
1 | ইরান: পরিবেশবাদীরা ইশফাহান বাঁচানোর প্রচারনা করছেন | 伊朗:环保人士争取保护古迹 |
2 | ইরানী পরিবেশবাদীরা বিভিন্ন অনলাইন মিডিয়া টুলস ব্যবহার করছেন বিভিন্ন সাংস্কৃতিক স্তম্ভ বাঁচানোর জন্য যেমন সি - ও- সে পল বা “ ৩৩ পল” (৩৩ একরের ব্রিজ)। | |
3 | এটি ইরানের ঐতিহাসিক শহর ইশফাহানের কেন্দ্রে একটি স্থাপত্যের মাস্টারপিস। | [本文连结为英文或波斯文] |
4 | এ নিয়ে বিবাদ চলছে কতৃপক্ষের সাথে যারা সেখানে নতুন একটি মেট্রো প্রকল্প গড়ে তুলতে চাচ্ছে আর ইরানের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা এর ফলে কি ক্ষতি হতে পারে সে নিয়ে ভয় পাচ্ছে। শাহীন সেপান্তা পারস্য সাম্রাজ্যের ভূতপূর্ব রাজধানী ইশফাহানকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে একটি খোলা চিঠি লিখেছেন। | 伊朗环保人士运用网络媒体工具,希望拯救多件文化纪念物,例如「三三拱桥」(Si-o-se Pol)[英文],这件建筑巨作座落于伊朗古城伊斯法罕(Isfahan/Esfahān)[英文],市政当局希望在此兴建地铁,但伊朗各地民众担心可能造成损害。 |
5 | এই ব্লগার লিখেছেন যে যথাযথ প্রস্তুতিমূলক গবেষণা ছাড়াই শহর কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে স্থাপত্যের মাস্টারপিস এই অনন্য কম্পলেক্স এর কাছে একটি মেট্রো সুড়ঙ্গ তৈরি করবে তারা। | Shahin Sepanta撰写公开信给国际社会,希望拯救这个波斯帝国的旧都免遭摧毁,信中指出伊斯法罕市议会未经足够前期研究,便决定要在这座建筑工艺杰作附近开挖地鐡隧道。 |
6 | ইশফাহানের মানুষ, আর অনেক বেসরকারী সংস্থা এই ধরনের অবিবেচক প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর কর্তৃপক্ষের কাছে দাবি করেছে শহরের ঐতিহাসিক অঞ্চল থেকে দূরে এই সুড়ঙ্গ খূঁড়তে, আর সাবধানতা অবলম্বন করতে বলেছে যানবাহনের চাপ কমানোর জন্য। | |
7 | তবে শহরের কাউন্সিল এইসব প্রতিবাদের দিকে দিকপাত না করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এটা মনে রাখা উচিৎ যে ইশফাহান একটা বহুমাত্রিক স্থান, যাতে আছে অনেক ঐতিহাসিক আর গুরুত্বপূর্ন স্থাপনা যা কেবলমাত্র ইরানী মানুষের না বরং সমগ্র মানবজাতির সাধারন ঐতিহ্য ভাবা হয়। | 当地居民及许多非政府组织对此深表抗议,反对如此不明智的计划,要求政府挖掘隧道应远离古城,并落实预防措施以降低交通负担,但市议会仍不为所动,不顾抗议声浪,持续进行工程。 |
8 | সমগ্র বিশ্বের সবার অধিকার এর সৌন্দর্য ভোগ করা, আর একই সময়ে, সকল ধ্বংসাত্মক ভীতির বিরুদ্ধে একে নিরাপদ রাখার দায়িত্ব নেয়া। গ্রীননিউজে আমরা পড়েছিলাম যে মেট্রো প্রোজেক্ট এর বিরুদ্ধে বেড়ে যাওয়া সংখ্যায় প্রতিবাদ কতৃপক্ষকে বাধ্য করেছে প্রকল্পের উন্নয়ন সম্পর্কে বিতর্কিত কথা বলতে। | 伊斯法罕虽然是现代大都会,仍有诸多宝贵历史遗迹,不只属于伊朗人民,亦为人类共同资产,世人皆有权利享受这令人惊叹的美景,亦有责任保护它不受任何毁坏威胁。 |
9 | গ্রীননিউজ ছবি প্রকাশ করেছে (উপরেরটার মতো) যেখানে নির্মাণ যন্ত্র “৩৩ পল ( ৩৩ একরের ব্রিজ) এর কাছে দেখা যাচ্ছে। | GreenNews指出,由于反对地铁的抗议活动日增,迫使政府发布备受争议的兴建计划声明,该网站亦张贴如上图的照片,显示兴建机具距离桥梁相当靠近。 |
10 | একটা পিটিশন শুরু করা হয়েছে মেট্রো প্রোজেক্ট থামানোর জন্য যাতে এ পর্যন্ত ১০০০টা সই পাওয়া গেছে। | 也有人发动联署阻止地铁继续建造,目前已获得上千个签名。 |