Sentence alignment for gv-ben-20081101-1366.xml (html) - gv-zhs-20081101-1462.xml (html)

#benzhs
1আর্জেন্টিনা: জাতীয় দলের নতুন কোচ দিয়েগো ম্যারাডোনা阿根廷:球星马拉度纳成为国家队教练
2ছবি তুলেছেন, জে এম রোবলেডো এবং একটি ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।照片来自JMRobledo,依创用CC授权使用
3সারাবিশ্ব ভ্রমণকারী কোন আর্জেন্টাইনের জন্য, বিশ্বের যে কোন স্থানের যে কোন অধিবাসীর সাথে কোনরূপ আলোচনায় স্বভাবতই একটি নাম উঠে আসে: ম্যারাডোনা।阿根廷人无论到世界各地,只要与当地民众聊天,通常最后都会提到一个名字:马拉度纳(Diego Maradona),这位足球明星肯定是全球最知名的阿根廷人,他的一举一动都会成为新闻,因此当他获选为下届阿根廷国家足球队教练时,更是件大新闻。
4দিয়েগো ম্যারাডোনা অব্যশই বিশ্বে সবচেয়ে খ্যাতিমান আর্জেন্টাইন, এবং সে যা করে তাই একটা সংবাদ হয়ে যায়। আরও বেশী চমকপ্রদ সংবাদ হয়ে ওঠে যখন সে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে ঘোষিত হয়।前任教头Alfio Basile因治军成绩不佳而请辞后,阿根廷足球联盟花了许多时间,在许多候选人之中挑选抉择,也让外界揣测不断,许多阿根廷民众都在猜想,这位伟大足球员将如何带领球队,尤其是设法晋级2010年世界杯足球赛。
5আকাশ ছোয়া সাফল্যের চেয়ে কম ফলাফল এর কারনে আলফিও বেসিল এর পদত্যাগের পর আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন নানা পদপ্রার্থীর মধ্যে বাছাই করার জন্য বেশ সময় নিয়ে অনেককেই চমক এর মধ্যে রেখেছিল।Leandro Zanoni在E-Blog博客中支持由马拉度纳出任教练[西班牙文]:
6অনেক আর্জেন্টাইন অবাক হয়ে ছিল ভেবে যে কিভাবে একজন মহান ফুটবল খেলোয়াড় কোচ হিসেবেও সুন্দর ভূমিকা পালন করবে এবং দেশকে ওয়ার্ল্ড কাপ ২০১০ এর জন্য যোগ্যতা প্রাপ্তি নিশ্চিত করবে। ই-ব্লগ নামক ব্লগে, লেয়ান্দ্র জানোনি এই নিয়োগকে সমর্থন করে বলেন:阿根廷足球联盟写下了历史,今日没有人比马拉度纳更适合这个职位…联盟主席意识到,球队需要另一位受人尊敬的教练,能够管理、激励、带领球员,而非着重于教练曾获得多少本地奖项。
7আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ - স্প্যানিশ ভাষায় সংক্ষেপে) ইতিহাস গড়েছে শুধু আচরণেই।World Cup Blog也有篇英文文章支持此事。
8আজ দিয়াগো ছাড়া আর কেউ নেই যার এই পদটি প্রাপ্য…গ্রোনডোনা (এএফএ প্রেসিডেন্ট) উপলব্ধি করতে পেরেছিলেন যে জাতীয় দলের ভিন্ন কিছূ একটা প্রয়োজন, কাউকে দায়িত্ব গ্রহণ করতে হবে, একজন উদ্বুদ্ধকারী, একজন নেতা যে শ্রদ্ধার এবং সেরকম কেউ নয় যে অজস্র স্থানীয় খেতাব অর্জন করেছে।
9ম্যারোডানের পক্ষে ওয়ার্ল্ডকাপ ব্লগে ইংরেজীতেও সাফাই দেয়া হয়েছে।另一方面,BlogBis[西班牙文]则批评不该聘请马拉度纳为教练,认为还有更好的人选:
10অন্যদিকে , ব্লগবিস ম্যারাডোনা কে আনার সমালোচনা করে এবং তারা বলে আরও ভাল পদপ্রার্থী ছিল । দেশে অগণিত প্রশিক্ষিত ও পেশাদার কোচ ছিল।国内有许多经过训练的专业教练,但联盟不重视专业或能力,只在意「对足球的热情」、「能激励球员」等概念…,马拉度纳担任球员时创造历史记录,但担任教练就很糟糕,球员记录在此并不管用,只让他如上帝般受人崇拜。
11তারা পেশাদারিত্ব এবং পারদর্শিতাকে গুরুত্ব দিতে ইচ্ছুক নয়, কিন্তু গুরুত্ব দিতে ইচ্ছুক ধ্যান ধারনার যেমন, “জার্সির জন্য আবেগ,” “খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা,” ইত্যাদির জন্য। একজন খেলোয়াড় হিসেব সে ইতিহাস রচনা করেছে, কিন্তু একজন কোচ হিসেবে সে ছিল হৃদয়বিদারক।其它对此事的看法请见Marcelo Gantman[西班牙文]、Cuaderno Contable[西班牙文]、Selección Deportiva[西班牙文]、Empresas Contables[西班牙文]。
12যাই হোক, তার রেকর্ড এখানে গনণা করা হয়নি। দেবতুল্য ভালবাসাই কেবল এখানে জয়ী হয়েছে।校对:Elaine
13এই বিষয়ে অন্যান্য মতামত পাওয়া যাবে মারসেলো গ্যান্টমেন্ট, কুয়াডরেনো কনটাবল; সেলেসিওন ডিপোরটিভা; এম্প্রেসাস কন্ট্যাবলসব্লগে (সবই স্প্যানিশ ভাষায়)।