Sentence alignment for gv-ben-20080624-1022.xml (html) - gv-zhs-20080707-1182.xml (html)

#benzhs
1ডোমেনিকান রিপাব্লিক: স্কুলের বাচ্চাদের দুধ নিয়ে প্রশ্ন多米尼加:质疑学校牛奶质量
2ছবি: গিল পাডিল্লা - ক্রিয়েটভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত照片由Guille Padilla拍摄,依据创用CC授权使用
3খুব ছোট গুরুত্বহীন সংবাদ বলে মনে হলেও ডোমেনিকান রিপাব্লিক একটি দুধ সংক্রান্ত কেলেন্কারীর ভিতর দিয়ে যাচ্ছে আর বিভিন্ন ব্লগে অভিযোগ করা হচ্ছে যে দুধের বদলে স্কুলের বাচ্চাদের চিনি মেশানো পানি দেয়া হচ্ছে।
4দ্যা ডেইলি ডোমিনিকান লিখেছে: ডোমেনিকান পেড্রিয়াটিক সোসাইটি শিক্ষা মন্ত্রনালয়কে অনুরোধ করেছে যাতে তারা স্কুলের বাচ্চাদের নাস্তার জন্য একটি বিশেষ পানীয় কেনা বন্ধ করে।这也许是件微不足道的消息,不过多米尼加最近发生牛奶丑闻案,一般学童每天喝到的不是正常牛奶,却是糖水,The Daily Dominican提到:
5কারন টেলিভিশনের এক তদন্তকারী সাংবাদিক নুরাই পিয়ারা দেখেছেন যে মন্ত্রনালয়ের নিজেদের ঠিক করা নুণ্যতম পুষ্টিমান এই পানীয়তে রক্ষিত হয় না।多米尼加小儿科学会呼吁教育部停止购买早餐牛奶,电视调查报导记者Nuria Piera发现这些牛奶根本未达最低营养标准,学会主席Tharsis Hernandez医师表示,教育部提供的根本是「糖水」。
6ড: থারসিস হারনান্দেজ, এসডিপির প্রেসিডেন্ট বলেছেন যে মন্ত্রনালয় বাচ্চাদের যা দিচ্ছে তা চিনি মিশ্রিত পানি। শিক্ষা মন্ত্রনালয়ের বেশ কিছু দুধ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে, যার মধ্যে একটা হলো ডোমেনিকান মিল্ক প্রোডিউসারস (লাডম), এটি জানিয়েছে সান্টো ডমিঙ্গো ব্লগ।Blog Santo Domingo指出,教育部与多家乳品制造商签有合约,其中包括「多米尼加牛奶公司」(Ladom),教育部长Alejandrina Germán必须监督提供学童的牛奶质量,但她的女儿却在Ladom公司担任管理职,部长还强调这些产品无毒[西班牙文]:
7মন্ত্রী আলেজান্দ্রিনা জার্মান বাচ্চাদের দেয়া দুধের মান দেখার দায়িত্বে আছেন, যার মেয়ে লাডমে প্রশাসনিক পদে কাজ করে। জার্মান বলেছেন যে এই পানীয় বিষাক্ত না - এই ব্লগার জানাচ্ছেন:是否有毒并非Ladom提供公立学校的牛奶问题所在,而是这些东西未达营养标准,根本称不上是牛奶,充其量只是有颜色的水,Alejandrina Germán部长面对种种指控却充而不闻,只强调产品无毒,她什么时候看过有染色水有毒?
8Pero esa no es la inquietud en relación al líquido que Lacteos Dominicanos (LADOM) introduce en nuestras escuelas públicas y pretende hacer pasar por leche. El problema está en que este líquido no tiene los nutrientes suficientes para llamarse leche y es comparable a un suero de agua con colorante.Color Vision电视台记者Piera于六月初率先揭发此事,Clave Digital提到他接获来自忧心家长的来信[西班牙文],担心自己孩子喝的牛奶质量明显很糟,还说让孩子喝那种牛奶是家长的无能。
9Frente a estas acusaciones Alejandrina Germán se hizo la loca y declaró que el líquido no intoxica. ¿Y cuando ha visto ella que el agua con colorante intoxica?Piera与另一名记者Odalis Castillo自行将牛奶送往检验,结果发生Ladom的乳品显然未达蛋白质最低标准。
10বিষয়টি লাডম আমাদের সরকারি স্কুলে দেয়ার জন্য যে পানীয় দেয় যাকে দুধ বলে চালানো হয় সেই সংক্রান্ত না।
11সমস্যা হলো এই দুধে যথেষ্ট পুষ্টি নেই যার ফলে একে দুধ বলা আর একে রঙ করা পানির সাথে তুলনা করা যায় ।教育部长全盘否认这种说法,声明校内牛奶全都符合蛋白质标准。
12এইসব অভিযোগের প্রেক্ষাপটে আলেজান্ড্রিনা জার্মান চুপ ছিলেন আর বলেছেন যে এটা বিষাক্ত না।
13তিনি কবে রঙ্গিন পানিকে বিষাক্ত দেখেছেন? জুন মাসের প্রথম দিকে কালার ভিশন এর সাংবাদিক পিয়েরা এই সংবাদ দেন।无论记者百般追问,她都拒绝承认已暂停与Ladom公司合作。
14ক্লেভ ডিজিটাল ব্লগে লিখেছিলেন (স্প্যানিশ ভাষায়) যে তিনি একজন উৎকন্ঠিত বাবার কাছ থেকে চিঠি পেয়েছেন তার বাচ্চাকে দেয়া নিম্ন মানের দুধ সম্পর্কে আর তাদের অপারগতা তাদের বাচ্চাকে অন্য কোন দুধ না দিতে পারায়।
15ওদালিস কাস্টিলো নামে আর একজন সাংবাদিকের সহায়তায় পিয়েরা স্বাধীনভাবে দুধটি পরীক্ষা করান আর দেখেন যে লাডোম ব্রান্ডের দুধে নুণ্যতম পুষ্টি নেই। ক্লেভ ডিজিটালের ভাষ্য অনুযায়ী জারমান এইসব কথা অস্বীকার করেছেন, এই বলে যে স্কুলের সিস্টেমে এমন কোন দুধ নেই যা প্রোটিনের চাহিদা পূরণে অক্ষম।El Informador[西班牙文]的Leoncio Bautista说,多米尼加零售商联盟主席Ivan Garcia表示,Ladom每年都会遭受攻击,因为其他制造商无法达到该公司的高质量,恶性竞争才导致这种抹黑:
16কিন্তু সাংবাদিকরা জোর দেয়া সত্বেও তিনি সাময়িকভাবে বরখাস্ত করা দুধ সরবরাহকারীর নাম জানান নি।对于外界指控公立学校牛奶只是水,Garcia认为此事是毫无根据的谎言,充满智慧的多米尼加人民绝不会采信这种说法,也肯定知道如何辨别市面上产品的质量好坏。
17এল ইনফরমেডর ব্লগের লিওঞ্চিও বাউতিস্তা লিখেছেন যে ডোমিনিকান মার্চেন্ট ফেডারেশনের চেয়ারম্যান ইভান গার্সিয়া বলেছেন যে প্রতি বছর ডোমিনিকান ডেইরি কোম্পানিরা (লাডোম ) তিরষ্কারের সম্মুখীন হয় কারন উৎপাদকরা লাডোমের মানের সমান দিতে পারেন না, আর এই ব্যবসার প্রতিযোগিতার ফলে এমন মিথ্যা অভিযোগ ওঠে।
18Explicó que ahora se han inventado que la leche que sirve esta industria al Desayuno Escolar “es pura agua”, una denuncia falaz, sin fundamentos, que no resiste al más mínimo razonamiento de una población inteligente, como la dominicana, que sabe distinguir entre lo bueno y lo malo, lo que tiene calidad en el mercado.
19(গার্সিয়া) বুঝিয়েছেন যে স্কুলের নাস্তায় দেয়া দুধ যে খাঁটি পানি বলে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা আর প্রমানহীন।校对:PipperL
20আর বুদ্ধি সম্পন্ন জনগণের খুব কম একটা অংশও এটা সমর্থন করবে না, যেমন ডোমিনিকানরা, যারা জানে বাজারে পাওয়া জিনিষের মধ্যে ভালো আর মন্দটা বিচার করতে।