# | ben | zhs |
---|
1 | ডোমিনিকান প্রজাতন্ত্র: শিক্ষা খাতে জাতীয় বাজেটের ৪% দাবি করা হচ্ছে | 多明尼加:争取全国教育预算达4% |
2 | ডোমিনিকান প্রজাতন্ত্রে গত নভেম্বর থেকে শিক্ষার মান নিয়ে একটি বিতর্ক চলছে। | |
3 | বিতর্ক মূলত ছিল সাধারণ শিক্ষা আইনের একটি বিশেষ বিষয়ের ব্যাপারে যেখানে নির্দিষ্ট পরিমান অর্থের কথা বলা ছিল যা বাৎসরিক শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে। | |
4 | কার্যত ৬৬-৯৭ নম্বর আইনের ১৯৭ ধারায় আছে যে বাৎসরিক শিক্ষা খাতে সরকারের ব্যয় গ্রস ডমেস্টিক প্রোডাক্ট এর ৪% হতে হবে, কিন্তু আসলে এটা মাঝে মাঝে ২% এর কম হয়েছে। | |
5 | ডোমিনিকান প্রজাতন্ত্র প্রায় শিক্ষার ক্ষেত্রে ল্যাটিন আমেরিকাতে সর্বনিম্ন স্থান দখল করে রাখে। | 多明尼加国内自11月起不断在讨论教育品质问题,焦点在于“教育总法”明确指出,年度预算多少比例应用于教育,第197条第66-97款明言,每年公共教育支出至少应达到GDP的4%,但实际上有时未达2%。 |
6 | তাই কোয়ালিসিওন পোর উনা এডূকাশিওন ডিগ্না (যোগ্য শিক্ষার জোট) নামে অলাভজনক একটি প্রতিষ্ঠান এই ব্যাপারে জোর দিয়েছিল শিক্ষাকে খরচ না বিবেচনা করে বিনিয়োগ হিসাবে দেখতে বলেছে। | |
7 | ফল হয়েছে যে নভেম্বরের প্রথম দিন হতে দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ হচ্ছে। প্রথমটা রাজধানী সান্টা ডোমিঙ্গোতে, যেখানে প্রেসিডেন্ট আর কংগ্রেস অবস্থিত। | “高品质教育联盟”(Coalición por una Educación Digna)每年进行拉丁美洲各国教育品质研究,将教育视为投资、而非开销,多明尼加几乎总是倒数几名,故自11月初以来,国内各地便出现多项抗议活动,第一场便在总统府与国会所在的首都圣多明哥。 |
8 | এই বির্তক সংবাদপত্র, টেলিভিশন আর রেডিওতে সব থেকে প্রধান খবর হয়ে আছে। | 这场论辩一直占据报纸、电视与广播头条,且在Web2. |
9 | ওয়েব ২. ০ তেও এর প্রভাব পরেছে যেখানে ব্লগ আর সামাজিক নেটওয়ার্কের সাইট বিশেষ করে টুইটার আর ফেসবুকে ‘শিক্ষায় জিডিপির ৪%' এর সমর্থনে সবাই সোচ্চার হয়েছে। | 0时代里,博客、Facebook、Twitter等社群网站上,亦有许多人表态支持教育经费需达GDP4%的标准,旅居美国纽约与西班牙马德里的多明尼加民众亦声援这项运动,相信教育是未来发展及繁荣的基础,Ponte Nístido博客简述马德里地区的抗争经过: |
10 | নিউইয়র্ক আর মাদ্রিদে বাস করা ডোমিনিকানরাও এই পদক্ষেপের ব্যাপারে তাদের সমর্থন জানিয়েছেন এই বিবেচনায় যে ভালো শিক্ষা ভবিষ্যৎের উন্নয়ন আর সাফল্যের জন্য প্রয়োজন। | |
11 | পোন্টে নিস্তিদো ব্লগ মাদ্রিদের বিক্ষোভের কথা সংক্ষেপে জানিয়েছে: | “多明尼加4%运动”已来到马德里,多明尼加民众在大使馆前,要求政府让教育经费达到4%的标准。 |
12 | ‘ডোমিনিকার ৪% এর জন্য আন্দোলন‘ মাদ্রিদ শহরে এসে পৌঁছেছে যেখানে ডোমিনিকানরা তাদের সরকারের কাছে দাবি করছে ৪% শিক্ষার জন্য, মাদ্রিদে ডোমিনিকোর দূতাবাসের সামনে তাদের দাবি উপস্থাপন করে। | |
13 | এই আন্দোলনের দাবি ৪% এর জন্য আসলে নভেম্বরের আরো আগে আরম্ভ হয়েছে। | |
14 | গত সেপ্টেম্বরে, ইন্টারনেটে একটা ভিডিও দেখা গেছে যা ডোমিনিকান প্রজাতন্ত্র শিক্ষার বাস্তবতা তুলে ধরেছে, আর এর সাথে অন্যান্য দেশের তুলনা করেছে। | |
15 | এই ভিডিও, যা টেলিভিশনেও দেখানো হয়েছিল, আরো তুলে ধরেছে খারাপ শিক্ষা ব্যবস্থা আর উচ্চ মাত্রার ধনী আর দারিদ্রের মধ্যকার সম্পর্ক। | |
16 | অক্টোবরের শেষের দিকে এই আন্দোলন কেবলমাত্র গতি পাচ্ছিল আর নভেম্বরের শেষের দিকে অনেক টুপি, ছাতা, শার্ট আর স্টিকার দেখা যাচ্ছিল যারা শিক্ষায় ৪% ব্যয়ের দাবি করছে। | |
17 | হলুদ রঙ প্রচারণার প্রতীক হিসাবে নির্ধারিত হয়েছে, এমনভাবে যে ডিসেম্বরে বেশ কিছু লুনেস আমারিলোস (হলুদ সোমবার) কর্মসূচী নেয়া হয়েছে: কংগ্রেসের সামনে আর অন্যান্য কৌশলগত স্থানের সামনে বিক্ষোভ করা হয়েছে শিক্ষার সাথে সংশ্লিষ্ট আইনের দাবি পূরণের জন্য। | |
18 | ৬ তারিখ থেকে হলুদ সোমবার শুরু হয়েছে। | |
19 | ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে, প্রতিনিধিদের চেম্বার একটা সেশন করেছেন ২০১১ এর প্রস্তাবিত বাজেটে সম্মতি জানানোর জন্য, কিন্তু আগের মতোই তারা শিক্ষার জন্য জিডিপির ৪% এর বেশ কম বরাদ্দ দিয়েছেন। | |
20 | অন্য কথায়, এটা ৪% এর ম্যান্ডেট না মানার ধারার ব্যত্যয় ছিল না। সেশনের শেষের দিকে, বিরোধী দলের প্রতিনিধিরা খোলাখুলিভাবে ৪% এর সমর্থনে বিক্ষোভ করেছেন, আর বাজেটে তা পাশ হয়নি। | 争取教育经费的活动其实早在11月之前便开始,今年九月间,網絡上便出现一段影片,说明多明尼加境内教育现况,并对比其他国家的情形,这部影片后来 还在电视播出,内容亦提及教育水准低落与少年犯罪及贫困情况恶化间的关联性;相关活动在十月底才刚开始累积民气,到了十月底,国内已见到众多帽子、雨伞、 衣服、贴纸,都在要求提高教育经费。 |
21 | বিশেষ একটা কমিশনে এটা পাঠানো হয় দেখার জন্য যে বাজেটটি আইন অনুযায়ী কিনা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই ধরনের ঘটনা ঘটেছিল। | 这场运动以黄色为象征,也曾举行多场“黄色星期一” 活动,例如在国会前或其他主要地点发动抗争,要求遵守教育相关法规。“ |
22 | ২০১১ সালে বাজেটের বিষয়গুলো ঠিক করে দেয়ার পরে, সরকার লাগাতার বলে যাচ্ছেন যে তারা ৪% এর হিসাব রাখতে পারবেন না কারন অর্থ দেয়ার মতো যথেষ্ট সামর্থ তাদের নেই। | |
23 | এর পরেও আর সম্ভবত চাপের কারনে এই ব্যাপারে আলোচনা করার জন্য প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট যোগ্য শিক্ষার জোটের সাথে আর সামাজিক আর শিক্ষা ক্ষেত্রে অন্যদের সাথেও একটি সভা করেন। | |
24 | সভা শেষে রাষ্ট্র প্রধান শিক্ষার জন্য বাজেট ১০ মিলিয়ন ডমিনিকান পেসোতে বাড়ানোর (প্রায় ২৭১ মিলিয়ন ইউএস ডলার) একটা পরিকল্পনা দিয়েছেন, যার ফলে বিনিয়োগ করা মোট অংক জিডিপির প্রায় ২. ৭৫% পর্যন্ত বাড়বে। | 黄色星期一”自11月6日开始启动,到了11月第二周,下议院准备通过2011年预 算案,但教育预算仍不及GDP的4%,换言之,预算案仍不顾社会要求,不过到了议事尾声,在野阵营代表公开抗议,支持将教育预算调升至GDP的4%,让预 算案最后未过关,转送往特别委员会,审查内容是否合法。 |
25 | একই ভাবে বেশ কয়েক বছর ধরে লাগাতার একটা বৃদ্ধি হবে। তবে এই প্রস্তাব যেসব দল ৪% চাচ্ছেন তারা নাকচ করে দিয়েছেন। | 类似情况也在12月第二周出现,政府表示,预算书已经送出,且财源不足,无法配合将教育经费增至GDP的4%,不过或许是迫于社会压力,总统召见 “高品质教育联盟”及社会各界人士,就此事讨论协商;总统于会后宣布计划,要将教育经费提高至2. |
26 | ৪% প্রচারণা নিয়ে অবশ্য ভিন্ন মতও রয়েছে। যদিও সব থেকে ভালো হতো যদি বেশীরভাগ মানুষ একমত হতো, কেউ কেউ আছেন যারা মনে করেন যে একদল বিরোধী দলীয় রাজনীতিবিদ এর পিছনে আছে। | 71亿美元,占GDP的2.75%,并承诺未来几年逐渐 增加,不过要求教育预算达4%的团体仍拒绝接受。 |
27 | আর বেশ কিছু মন্তব্যকারী প্রেসিডেন্টের সাথে একমত যখন তিনি বলেন যে শিক্ষার ক্ষেত্রে অর্থের থেকে আরও ভালো কিছু রয়েছে আর এর অনেক প্রমান আছে। | |
28 | পিসা রিপোর্ট আর গ্রেট ব্রিটেনের পরিস্থিতির উল্লেখ করা হয়েছে যা দেখাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ বেশ বেড়ে গেছে কিন্তু শিক্ষার মানের দিকে এর অবস্থান এখনো ইউরোপের সব থেকে নিম্ন মানের ধরা হচ্ছে। | |
29 | অন্যরা যেমন আহিকোপ্রেন্ডে থেকে জোসে আরনেস্তো দেভারেজ ব্লগ স্বীকার করেন যে এই ব্যাপারে প্রেসিডেন্ট ঠিক, কিন্তু তারপরেও দেশের বর্তমান শিক্ষার অবস্থাকে তিরস্কার করেছেন: | |
30 | তবে, কিছু ব্যাপারে, হ্যাঁ, আমি ডঃ ফার্নান্ডেজের সাথে একমত: আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যার সম্মুখীন আমরা যখন হই, অর্থ তার কোন সমাধান একেবারেই না। বর্তমান পরিস্থিতিকে ঢেকে রাখলে বা আগে কোন কৌশল না ঠিক করে আরো বেশী পেসো দিয়ে রঙ চড়ালে খুব বড় ভুল হবে। | 对于抗争行动,民众反应不一,虽然理想上,此事应能获得社会多数同意,有些人仍认为抗争背后有一群在野政治人物操盘,也有多位评论员同意总统的看法,认为各项证据显示,教育好坏不能只用金额衡量,PISA报告及英国案例指出,教育投资比例愈来愈高,但学术成就却仍在欧洲落后;José Ernesto Devárez则在Ahiqueprende博客认为,总统的说法虽然没错,但仍感叹国内教育现况不佳: |
31 | এটা ভুল লোক, যন্ত্র, ট্রাক আর এজেন্ট ব্যবহার করে আগুন নেভানোর মতো হবে। পরিস্থিতি আরো খারাপ হবে আমরা যদি নিজেদের একটা সঠিক পরিকল্পনা না দেই। | 哦,有件事我同意总统的看法,对于教育制度问题,金钱无法解决一切,若未先拟定策略便砸下重金,将成为一大错误,就像动用错误的人力、装备、卡车及器材去救火,若无明确规划,情况将会恶化,就和挥霍金钱一样… |
32 | এটা ভালোভাবে অর্থ নষ্ট করা হবে বলে মনে হচ্ছে… | 校对:Soup |