Sentence alignment for gv-ben-20141211-46078.xml (html) - gv-zhs-20141213-13859.xml (html)

#benzhs
1গ্লোবাল ভয়েসেস সিটেজেন মিডিয়া সামিট ২০১৫:ফিলিপাইনসের জন্য দিন গণনা শুরু!2015 年全球之声公民媒体大会:菲律宾倒数计时!
2সেবু সিটি, ফিলিপাইনস, গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫-এর স্থান।2015 年全球之声公民媒体大会将在菲律宾宿雾市举行。
3ছবি রেস্টওয়াইমেইলের এবং সিসি বাই ২. ০ লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।照片来自 restymail,根据 CC BY 2.0 授权使用。
4আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইযান, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চীন, কলম্বিয়া, চেকোস্লোভাকিয়া, মিশর, ফ্রান্স, জার্মানী, ঘানা, গ্রীস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালী, জাপান, কেনিয়া, কিরগিজস্তান, লেবানন , ম্যাসেডোনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মেক্সিকো, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, পূর্ব তিমুর, ফিলিপাইনস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সেন্ট লুসিয়া, সাওতোমে এন্ড প্রিন্সিপে, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিশিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা যদি এতগুলো দেশে নাম দেখে আপনি বিস্মিত হয়ে থাকলে, তাহলে জেনে রাখুন এগুলো হচ্ছে ৬০টিরও বেশী দেশের নাম-এবং গণনা করুন-এই দেশসমূহ গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫-এ প্রতিনিধিত্ব করছে।阿富汗、阿根廷、阿塞拜疆、巴林、孟加拉国、白俄罗斯、玻利维亚、巴西、加拿大、中国、哥伦比亚、捷克斯洛伐克、埃及、法国、德国、加纳、希腊、香港、匈牙利、印度、印度尼西亚、伊朗、伊拉克、意大利、日本、肯尼亚、吉尔吉斯、黎巴嫩、马其顿、马达加斯加、毛里塔尼亚、墨西哥、莫桑比克、缅甸、尼泊尔、新西兰、尼日利亚、巴基斯坦、秘鲁、菲律宾、波兰、葡萄牙、俄罗斯、圣卢西亚、圣多美普林西比、塞尔维亚、南韩、西班牙、瑞士、台湾、坦桑尼亚、泰国、特立尼达及托巴哥、突尼西亚、土耳其、土库曼、乌干达、乌克兰、英国、美国、委内瑞拉。
5আর মাত্র সাত সপ্তাহের মধ্যে, জানুয়ারি ২৪ তারিখে, ফিলিপাইনসের সেবু প্রদেশের রাজধানী প্রাচীন সেবু সিটিতে বিশ্বের চার প্রান্তের শত শত ব্যক্তি এসে সমবেত হবে, যেখানে তারা দুই দিন কাটাবে উন্মুক্ত ইন্টারনেট, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের অনলাইনের সিভিক আন্দোলন সাথে সম্পর্ক আবিস্কারের মধ্যে দিয়ে।假如你正在好奇以上六十几个国家代表什么 ── 现在数字还在增加中 ── 这些是2015 年全球之声公民媒体大会与会人员的国家。 七周后的一月廿四日,来自地球各个角落数百个人将聚集在菲律宾宿雾省省会宿雾市,参加为期两天关于全世界开放网络、表达自由和网民运动之间关系的探索。
6২০০৬ সাল থেকে,গ্লোবাল ভয়েসেস সামিট সারা বিশ্বের সবচেয়ে উদ্ভাবক এবং উদ্দীপক ডিজিটাল একটিভিস্ট এবং সিটিজেন মিডিয়া সম্প্রদায়কে একত্রিত করে আসছে।自 2006 起,全球之声大会聚集了世界各地最有创意和热情的数字社运人士和公民媒体社群。
7এই সম্মেলন চিন্তার জগৎ এবং সীমানার বাইরের সহযোগিতার এক সমৃদ্ধ ক্ষেত্রে বলে প্রমাণিত হয়েছে।这些聚会孕育了许多新概念新想法和跨界合作。
8২০১৫ সালের এই সম্মেলন এই ঐতিহ্যকে বজায় রাখার দিকে নজর দেব-এবং একই সাথে এই সম্মেলনে আমরা আমাদের দশ বছর পূর্তি উদযাপন করব।我们期待 2015 年的大会也能向之前看齐 ── 同时我们也将庆祝全球之声迈入十周年。
9এই বছরের কর্মসূচিতে থাকছে ফিচার প্যানেল,শর্ট প্রজেক্ট শোকেস, সম্মেলন নয় এমন উন্মুক্ত ধারার বৈঠক, এবং ডিজিটাল অধিকারের অন্যতম কয়েকজন প্রবক্তা এবং আন্তর্জাতিক মিডিয়ার সাথে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা।今年的议程包括座谈会、短期计划成果展、开放「非会议式」会议和与数字权利及国际公民媒体领袖一起进行研习。
10আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে,আমরা রিয়েল টাইমে অনলাইন অংশগ্রহণের সুবিধা প্রদান করব,সাথে যে জ্ঞান লাভ করব এবং সাথে এই সম্মেলনে যা আলোচনা করা হবে, তা ধারণ, অনুবাদ এবং প্রকাশ করা হবে। .我们也会加强在线实时参与的部份,以及抓拍、翻译、公布会议上的知识和对话。 如果你有兴趣到宿雾市加入我们,请够过大会网站注册。
11যদি আপনি সেবু সিটিতে আমাদের সাথে যোগ দিতে চান, তাহলে সামিটের ওয়েব সাইটের মাধ্যমে নিবন্ধন করুন, এখানে নিবন্ধনের জন্য ফিলিপাইনসের বাসিন্দাদের জন্য ২,০০০ ফিলিপিনো পেসো, দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের জন্য ৫০ মার্কিন ডলার এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য ৭৫ মার্কিন ডলার প্রদান করতে হবে।菲律宾居民的注册费为 2000 菲律宾比绍,东南亚其他国家居民是美金 50 元,其他地区则是美金 75 元。
12যদি আপনি আমাদের সাথে যোগ দিতে সমর্থ না হন, তাহলে আমরা জানুয়ারি ২৪-২৫ তারিখে অনুষ্ঠিত কর্মসূচির কিছু অংশ সরাসরি স্ট্রিমিং করব, আর এর জন্য চোখ রাখুন সামিটের ওয়েবসাইট, টুইটার এবং ফেসবুকে।如果你无法亲自参加,2015 年一月廿四到廿五日我们将在线转播部分议程。 请继续关注大会网站、推特和脸书。
13গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫ -এর আয়োজন সম্ভব করার পেছনে ম্যাকআর্থার ফাউন্ডেশন,গুগল,ওপেন সোসাইটি,নাইট ফাউন্ডেশন,হিভস, ইয়াহু!,মেকিং অল ভয়েস কাউন্ট,সানস্টার পাবলিশিং,সেবু প্রদেশ,পিআর ওয়ার্কস এবং দি ফিলিপাইন সেন্টার ফর ইনভেসটিগেটিভ জার্নালিজম-এর বিনম্র সমর্থনকে ধন্যবাদ।2015 年全球之声公民媒体大会要感谢以下单位的赞助和支持:麦克阿瑟基金会、Google、开放社会基金会、奈特基金会、人类发展合作学院、雅虎、采纳众声、 SunStar 出版社、宿雾省、公共传播关系代理和菲律宾调查报导中心。 校对:Fen