# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: অপহরণ বিরোধী বিশেষজ্ঞকে অপহরণ করা হয়েছে | 墨西哥:反绑架专家遭绑架 |
2 | মেক্সিকো অপরাধের জোয়ারের মুখোমুখি, যেখানে দেশী এবং বিদেশী নাগরিকরা অপহরণের লক্ষবস্তুতে পরিণত হচ্ছে। সম্প্রতি কোয়াহিলা প্রদেশের রাজধানী সালতিল্লোতে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে আমেরিকার অপহরণ বিরোধী বিশেষজ্ঞ ফেলিক্স বাতিস্তাকে মুখোশপরা বন্দুকধারীরা অপহরণ করে। | 墨西哥近期治安恶化,国内外人士纷成绑架目标,最近一起案件发生于科阿韦拉州(Coahuila)首府萨尔蒂约(Saltillo),美国反绑架专家Félix Batista遭蒙面持枪歹徒绑架。 |
3 | বাতিস্তা সেখানে টেক্সাসে অবস্থিত নিরাপত্তা ফার্ম এএসআই গ্লোবাল এলএলসির পরামর্শক হিসাবে একটি সেমিনারে অংশগ্রহণ করছিলেন। | 这位专家前来墨西哥,为来自美国德州的安全公司ASI Global LLC担任顾问与开设讲座,由于他对于拉丁美洲绑架问题了解较多,故许多团体都希望向他学习处理相关问题,但这起事件证明人人自危。 |
4 | এই ধরণের অপরাধ নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা সমগ্র ল্যাটিন আমেরিকাতে সমাদৃত বিশেষ করে সেই সব গোষ্ঠিদের কাছে যারা জানতে চায় কেমন করে এই অপরাধ দমন করা যায়। | |
5 | কিন্তু তার অপহরণ প্রমান করে যে সবাই ঝুঁকির মধ্যে আছে। এই অপহরণের ব্যাপারে দ্য মেক্স ফাইলসের কয়েকটা প্রশ্ন আছে: | The Mex Files对此事有几点疑问: |
6 | বাতিস্তা যদি একজন বিশেষজ্ঞ হন তাহলে কি করে তিনি অপহৃত হলেন? | 若他真是专家,怎会让自己遭绑架? |
7 | বাতিস্তা হিউস্টন টেক্সাসের একটা ‘নিরাপত্তা পরামর্শক' ফার্ম এএসআই গ্লোবালের কর্মচারী ছিলেন। | Batista受雇于美国德州安全咨询公司ASI Global,据报导他至萨尔蒂约是为私人事务,他究竟为谁工作? |
8 | কথিত আছে যে তিনি সালতিল্লোতে ব্যক্তিগত কাজে এসেছিলেন, কিন্তু কার জন্য তিনি কাজ করছিলেন? | ASI Global是接受Plan Merida计划赞助的公司吗? |
9 | এএসআই গ্লোবাল কি একটা আমেরিকান কোম্পানি যারা “মেরিদা পরিকল্পনা'র” জন্য টাকা পাচ্ছে…. | …这起事件对该公司训练人员的能力象征什么意义? |
10 | আর এটা প্রশিক্ষকদের যোগ্যতার ব্যাপারে কি বলে? কিছু পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি দিন গড়ে ২ জন অপহৃত হচ্ছে আর এটা বেশী হচ্ছে উত্তরের সীমানার শহরগুলোতে। | 有些数据显示,墨西哥平均每日发生两起绑架案,尤其在北部边界省分格外普遍,就人均数字而言,墨西哥绑架发生频率为全球之冠,绑架案影响层面包括受害者亲友,例如Tony Scotti即为Batista的朋友: |
11 | বিশ্বের যে কোন দেশের তুলনায় মেক্সিকোতে অপহরণের হার জনপ্রতি সব থেকে বেশী। এই সব ঘটনা অপহৃতদের বন্ধু আর পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, যেমন ব্লগার টনি স্কোটি, যিনি বাতিস্তার বন্ধু: | 我认识Batista,他的能力很好,在相关产业经验超过20年,他也很知名,发言常获报纸引用,在本月份《安全管理》杂志即有他的谈话,高知名度或许也是他遭绑架的理由,看过新闻报导后,我猜测他应该是遭到设计,尤其是遭亲信设计。 |
12 | আমি ফেলিক্সকে চিনি, আর তিনি খুব যোগ্য ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যবসায় তার ২০ বছরের বেশী অভিজ্ঞতা আছে। | México Para Los Mexicanos博客的El Nahual担心这起事件对全国会有何影响[西班牙文]: |
13 | ফেলিক্স উচ্চ প্রোফাইল রাখা ব্যক্তি, প্রায় যার উদ্ধৃতি সংবাদপত্রে দেয়া হয় আর এই মাসের নিরাপত্তা ম্যানেজমেন্ট ম্যাগাজিনেও তার উদ্ধৃতি আছে। | |
14 | তার উচ্চ প্রোফাইল তার অপহরণের কারন হতে পারে। সংবাদপত্রের বর্ণনা পড়ার পর আমার মনে হয়েছে তাকে ফাঁদে ফেলা হয়েছে, আর এটা করেছে তার কোন কাছের মানুষ যাকে তিনি বিশ্বাস করতেন। | 我第一个反应是大笑,感到很讽刺,我第二个反应是害怕…若这个来自前军方,在安全领域拥有24年经验的专家,都会遭到绑架,我们其它人有多少机会能不被绑架? |
15 | মেক্সিকো পারা লোস মেক্সিকানোসের এল নাহাউল ব্লগ চিন্তিত যে এই কাজের পরিণতি বাকী দেশের জন্য কি প্রভাব ফেলতে পারে: | |
16 | আমার প্রথম প্রতিক্রিয়া হাসি ছিল, কিন্তু শ্লেষপূর্ণ। | 校对:Portnoy |
17 | আমার দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে ভয়… যদি একজন ভূতপুর্ব মিলিটারী বিশেষজ্ঞ যার নিরাপত্তার ক্ষেত্রে ২৪ বছরের অভিজ্ঞতা আছে তাকে অপহরন করা হয়, তাহলে আমাদের বাকীদের কি সুযোগ আছে অপহৃত না হওয়ার? | |