# | ben | zhs |
---|
1 | আফগানিস্তানে প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা | 阿富汗首部电脑动画影片 |
2 | দীর্ঘ তিন দশকের যুদ্ধ আর ধ্বংসপাতের ইতিহাস পিছনে ফেলে আফগানিস্তান আধুনিক প্রযুক্তি আর মিডিয়া ব্যবহার করে দেশটির পুনর্নিমাণ করছে। | |
3 | আর নতুন প্রজন্মও বেড়ে উঠছে নতুন স্বপ্নকে সাথে নিয়ে। | 忘却长达30年的战争与破坏,阿富汗开始利用现代科技与媒体重建家园,培养新世代对未来有更灵活的想像力。” |
4 | দেশটির প্রথম থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড স্বপ্লদৈর্ঘ্য ছবি 'বাজ-ই-চিনি' (ছাগল) হাজারাগি ভাষায় নির্মিত হয়েছে | Buz-e-Chini” (山羊) 是阿富汗国内首部以 Hazaragi语言呈现的3D电脑动画短片, Hazaragi语是住在阿富汗及巴基斯坦 Hazara人所使用的方言。 |
5 | । হাজারাগি হলো আফগানিস্তান এবং পাকিস্তানের ফারসিভাষী হাজারা জনগোষ্ঠীর একটি উপভাষা। | 这部动画影片是根据一则民间故事所制作,内容是关于一只山羊和它三只小羊被阴险的野狼所欺骗的过程。 |
6 | সিনেমাটি তৈরি করা হয়েছে একটি লোক গল্প অবলম্বনে, যেখানে ধূর্ত নেকড়ে ছাগল ও তার তিন বাচ্চার সাথে প্রতারণা করে। | 片中场景设在Bamyan,位于阿富汗中部的一个省份,背景是以第六世纪建造的大佛神像为主,但该神像在2001年已遭到塔利班破坏。 |
7 | আর সিনেমার লোকেশন বেছে নেয়া হয়েছে মধ্য আফগানিস্তানের বামিয়ান প্রদেশকে। ২০০১ সালে তালেবান কর্তৃক ষোড়শ শতাব্দীর বৌদ্ধ মন্দির ভাঙ্গার কথা মনে রেখেই এই জায়গাটি বেছে নেয়া হয়েছে। | “Buz-e-Chini”是由Abbas Ali所执导,这位Hazara 图像设计师在阿富汗出生,不过在祖国遭塔利班政权占领之后远走他乡。 |
8 | 'বাজ-ই-চিনি' পরিচালনা করেছেন হাজারা সম্প্রদায়ের গ্রাফিক্স ডিজাইনার আব্বাস আলী। | 他在巴基斯坦的收容所学了动画及影片制作,塔利班政权垮台之后,便回国并且完成了”Buz-e-Chini”这部作品。 |
9 | তার জন্ম আফগানিস্তানে। | Abbas说明自己对动画影片的兴趣[fa]: |
10 | তবে তালেবানরা দেশটি দখল করে নিলে তিনি দেশ ছেড়ে চলে যান। তিনি পাকিস্তানে রিফিউজি হিসেবে যান। | 在孩童时期,我就是个超级电视卡通迷,我常常为了看我最爱的卡通而翘课,有时还因此而被打,这个兴趣使我开始画画与设计,后来也进了图像设计的机构。 |
11 | এখানেই তিনি অ্যানিমেশন নিয়ে লেখাপড়া করেন। | “Buz-e-Chini”官方电影海报 |
12 | সেখানেই সিনেমা বানানোর উদ্যোগ নেন। আফগানিস্তানে তালেবানদের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। | 最近,在与北约电视网的访谈中,导演讲述制作”Buz-e-Chini”是为了要传达“和平的讯息”,并且阻止塔利班政权“抹灭阿富汗文化”。 |
13 | এবং 'বাজ-ই-চিনি'র নির্মাণ শেষ করেন। অ্যানিমেশন সিনেমার প্রতি আগ্রহ নিয়ে আব্বাস আলী বলেন [ফারসি ভাষায়]: | 一开始发送”Buz-e-Chini”的DVD和录影带是违法的,首度合法地播放这部影片是在Bamyan的一处洞穴里进行。 |
14 | ছোটবেলায় টেলিভিশনে যেসব কার্টুন দেখানো হতো, আমি সেগুলোর ভীষণ ভক্ত ছিলাম। | Bamyan的小孩是在洞穴里面,藉由投影萤幕看”Buz-e-Chini”。 |
15 | টিভিতে পছন্দের কার্টুন দেখার জন্য আমি প্রায় স্কুল থেকে পালিয়ে যেতাম। এজন্য কিছু কিছু সময়ে বেতের বাড়িও খেয়েছি। | 照片由Tahira Bakhshi (Republic of Silence)提供,经过同意使用。 |
16 | এই আগ্রহ-ই আমাকে ছবি আঁকার দিকে নিয়ে যায়। পরে আমি ছবি আঁকার স্কুলে (গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউড) ভর্তি হই। | Ali Karimi在The Republic of Silence写道 [fa]: |
17 | ‘বাজ-ই-চিনি': অফিসিয়াল সিনেমা পোস্টার সম্প্রতি ন্যাটোচ্যানেল. | “Buz-e-Chini”显示,阿富汗的艺术家现在已有能力自己制作卡通。 |
18 | টিভির সাথে একটি সাক্ষাত্কারে পরিচালক বলেন, 'শান্তির বাণী' পৌঁছে দিতে এবং তালেবানদের ‘আফগান সংস্কৃতি মুছে' ফেলার অপচেষ্টা রোধ করতেই ‘বাজ-ই-চিনি' সিনেমা বানানো হয়েছে। | 无疑地,在美国制作的《汤姆猫与杰利鼠》卡通盛行多年之后,本国制的”Buz-e-Chini”将带给孩子一个有趣又难以忘怀的体验。 |
19 | ‘বাজ-ই-চিনি' প্রথমে অবৈধ ভাবে ডিভিডি এবং ভিডিও ক্যাসেটে পাওয়া যেত। বাময়ানের একটি গুহায় সর্বপ্রথম এর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। | Mohammad Amin Wahidi,身兼部落客及“阿富汗Deedenow电影制片公司”创立者写道: |
20 | বামিয়ানের বাচ্চারা একটি পর্বতের গুহায় স্ক্রিনে ‘বাজ-ই-চিনি' দেখছে। তাহিরা বকশি'র (রিপাবলিক অব সাইলেন্স) ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 2004以来,国内虽然有许多动画家制作动画片,但是在品质和图像的形式上,”Buz e Chini”这部动画短片足以媲美皮克斯的产品。 |
21 | দ্য রিপাবলিক অব সাইলেন্সে আলি কিরিমি [ফারসি ভাষায়] লিখেছেন: | Alessandro Pavone,阿富汗驻地影视记者,在他的Twitter上评论: |
22 | ‘বাজ-ই-চিনি' সিনেমা দেখিয়ে দিল, আফগানিস্তানের শিল্পীরা দেশের কার্টুন দিয়েই বাচ্চাদের আনন্দ দিতে পারে। | |
23 | কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলে দেয়া যায়, আমেরিকার ‘টম অ্যান্ড জেরি' দেখার পরেও বামিয়ান প্রদেশের তৈরি ‘বাজ- ই-চিনি' দেখে দারুণ আনন্দ পাবে। | |
24 | এই মজার অভিজ্ঞতা তারা কখনোই ভুলবে না। | 这是新的皮克斯电影吗? |
25 | মুহম্মদ আমিন ওয়াহিদি নামের একজন ব্লগার এবং ‘ডিডিনাও সিনেমা প্রডাকশন আফগানিস্তান'-এর প্রতিষ্ঠাতা লিখেছেন: | 不,这是阿富汗的首部3D电脑动画电影“Buz-e-Chini”。 |
26 | ২০০৪ সালেও আফগানিস্তানে অ্যানিমেটর ছিলেন, যারা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন তৈরি করতেন, যদিও ‘বাজ-ই-চিনি'র মান এবং গ্রাফিক্স স্টাইল পিক্সারের পণ্যগুলোর সাথে তুলনা করা যায়। | |
27 | আলেসজান্দ্রো পাভন নামের আফগানিস্তান ভিত্তিক একজন ভিডিও সাংবাদিক তার টুইটারে সিনেমা নিয়ে মন্তব্য করেছেন: | |
28 | এটা কি #পিক্সারের নতুন সিনেমা? না, এটা আফগানিস্তানের প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা #‘বাজ-ই-চিনি' | 在YouTube上传的”Buz-e-Chini”影片上, Eftakharchangezi评论: |
29 | ‘বাজ-ই-চিনি' সিনেমাটি ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানে অনেক মন্তব্য এসেছে। | 令人兴奋的图像,制作手法与好莱坞3D电影一样专业,能够完成如此地巨作真是太感谢了。 |
30 | ইফতেখারচানগেজি বলেন: | 热切地期待更多这样的作品…… |
31 | দারুণ গ্রাফিক্স- এটি হলিউডি থ্রিডি সিনেমার মতো পেশাদারভাবেই করা হয়েছে। | |
32 | এ ধরনের পেশাদারি কাজের জন্য ধন্যবাদ। এ ধরনের আরো পেশাদারি কাজ দেখার আশায় রইলাম। | 译者:P Square 校对:FenFen |