# | ben | zhs |
---|
1 | মায়ানমার: সামরিক শাসক চক্র সমর্থিত দলের জয়লাভ-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে | 缅甸:执政党胜选与暴力冲突 |
2 | ২৫ বছর পর মায়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হল এবং যেমনটা আশা করা হয়েছিল সামরিক শাসক সমর্থিত ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সংসদে ৮০ শতাংশের বেশী আসন লাভ করেছে। কিন্তু বিরোধী দল দাবী করেছে যে, নির্বাচনের ফল নিয়ে কারচুপি করা হয়েছে। | 20年后,缅甸终于再度举行大选,一如预期军政府支持的“团结与发展联盟党”(Union Solidarity and Development Party)获得国会逾八成席次,但在野阵营声称这是遭到操弄的结果。 |
3 | দি ইরাওয়াদ্দিতে কাইওয়া জাওয়া মোয়ে নির্বাচনের দিন কি ঘটেছে তার এক সারসংক্ষেপ প্রদান করছে। | The Irrawaddy的Kyaw Zwa Moe描述投票日当天情况: |
4 | রোববারের এই নির্বাচনে সামরিক সরকারের ২৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সকলেই জয় লাভ করেছে। | 据报导,军政府现任27位部长及副部长在周日选举全数当选。 |
5 | অবশ্যই এর মধ্যে প্রধানমন্ত্রী থিয়েন সিয়েন রয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রী নিয়ান উইন তার নির্বাচনী এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন, কারণ তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। সামরিক শাসক দলের ৫২ জন প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, যারা ইউনাটেড সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রার্থী। | 其中当然包括总理吴登盛(Thein Sein),外交部长奈温(Nyan Win)在选区里没有竞争对手,同党其他52名候选人也同样是同额竞选,未来几个月将组成的新政府中,将有许多熟面孔。 |
6 | আগামী মাসগুলোতে আপনারা দেখতে পাবেন এইসব মন্ত্রীর অনেকের দ্বারা নতুন সরকার গঠিত হচ্ছে । | 政府使用“鬼牌选票”操弄选举结果: |
7 | নির্বাচনের ফলাফলকে পক্ষে আনার জন্য “জোকার ভোট” নামে পরিচিত ভোটের ব্যবহার করা হয়েছে। সংবাদে প্রকাশ ইউএসডিপি সংসদের ৮২ শতাংশ আসন লাভ করেছে। | “团结与发展联盟党”据称赢得国会82%席次,一点都不令人意外,我们说过很多次,政府一定会作弊,多数参选的民主派及少数族裔政党都知道他们会作弊,但没想到情况比想像更糟。 |
8 | এতে বিস্ময়ের কিছু নেই। আমরা বার বার বলে এসেছি থান শুয়ে এবং তার দল ভোট কারচুপি করবে। | “团结与发展联盟党”玩弄提前投票制度,目击者和政党领袖指称,只要该党在任何地区可能败选,当地就会实施提前投票,仰光(Rangoon)地区民众称之为“鬼牌选票”。 |
9 | যে সমস্ত গণতন্ত্রপন্থী এবং ক্ষুদ্র জাতিসত্ত্বার দল নির্বাচনে অংশ নিয়েছে তারা জানত যে ইউএসডিপি নির্বাচনে ভোট কারচুপি করবে। তবে যতটা আশা করা হয়েছিল, ব্যাপারটা তারচেয়ে খারাপ হয়েছে। | 知名人士翁山苏姬(Aung San Suu Kyi)领导的民主运动认为,选举肯定不公,军政府也将控制投票结果,故决定杯葛选举。 |
10 | ইউএসডিপি আগে ভোট প্রক্রিয়াকে উপহাস করেছে। প্রত্যক্ষদর্শী এবং দলের নেতারা বলছে যে আগে ভোট দেবার বিষয়টি সেখানে কাজে লেগেছে, যেখানে মনে হচ্ছিল ইউএসডিপির প্রার্থী পরাজয়ের শঙ্কায় পরে যাচ্ছিল। | The Democratic Voice of Burma设立选举地图,记录舞弊、暴力与抗争事件。 |
11 | রেঙ্গুনে তারা আগে ভোট দেবার প্রক্রিয়াকে “জোকার ভোট” বা ভাঁড়ামো পূর্ণ ভোট বলে অভিহিত করেছে। | Hseng Khio Fah在Shan Herald记录执政党候选人在掸邦投票当天的表现: |
12 | এ ধরনের নির্বাচন লজ্জার বিষয় এবং জান্তা ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করবে এই বিশ্বাসে গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী সরকারে বিরুদ্ধে বিরোধিতার প্রতীক অং সান সু কি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। | |
13 | ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা এক নির্বাচনী মানচিত্র তৈরি করেছে, যাতে প্রতারণা, হানাহানি এবং নির্বাচনী প্রতিবাদ পর্যবেক্ষণ করা যায়। | 候选人Kyaw Myint在选区投票所发放10美元给每位投票者,拿到钱的民众从投票所走出来时,脸上都挂着大大笑容,向我们展示贿款,还说自己在投票所中了彩券。 |
14 | হেশাং খিও ফাহ, শান হেরাল্ডের জন্য লিখে থাকেন। | 据称他从其他地区拿来500张选票,再放入投票箱中计算。 |
15 | কি ভাবে শান প্রদেশের এক প্রশাসনিক প্রার্থী ভোটের সময় কি ধরনের আচরণ করেছে, তিনি তার বর্ণনা করেছেন। | 在选举期间,他还带了80名武装民兵守卫投票所。 |
16 | কিওয়া মিইন্ট ( নির্বাচনে দাঁড়ানো এক প্রার্থী) তার নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে ভোটারদের ১০,০০০ কিয়াট (১০ মার্কিন ডলার) প্রদান করেছে। যে সমস্ত ভোটার টাকা পেয়েছে তারা ভোটকেন্দ্র থেকে বিস্তৃত হাসি নিয়ে বের হয়েছে এবং আমাদের টাকা দেখিয়ে বলেছে যে ভোটকেন্দ্রে তারা লটারি পেয়েছে। | 这些观察与证词皆与The New Light of Myanmar转载的官方声明不同,政府宣称2010年大选和平举行,来访的外交使节及记者“都见证人民自由与愉快地投票,也在投票所里开票”,声明另提到: |
17 | কিওয়া মিইন্ট, অন্য এক এলাকা থেকে ৫০০ ব্যালট পেপার বা ভোটের কাগজ নিয়ে আসতে এবং গণনার জন্য সেগুলোকে বাক্সে ভরার কথা বলেছিল। | 他们见到当地民众自由与快乐地投票、计票过程井然有序,也使用专用表格记录得票数。 |
18 | “নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দেবার জন্য সে ৮০ জন সশস্ত্র আধাসামরিক বাহিনীর লোক নিয়ে আসে”। | 投票日当天,政府军与“克伦民主佛教军”爆发冲突,迫使逾1. |
19 | এই সমস্ত সাক্ষ্য এবং পর্যবেক্ষণ দি নিউ লাইট অফ মায়ানমারে প্রকাশিত সরকারি বিবৃতির বিপরীত কথা বলছে। | 7万人撤离,前往泰缅边界避难。 |
20 | পত্রিকাটি যোগ করেছে, যে সরকার দাবি করছে যে ২০১০ সালের বহু দলীয় গণতান্ত্রিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং পর্যবেক্ষণে আসা কূটনীতিবিদ এবং সাংবাদিকরা জনতার স্বাধীন এবং আনন্দের সাথে ভোট প্রদান এবং তারা ভোট কেন্দ্রে ভোট গণনার দৃশ্য প্রত্যক্ষ করেছে। | |
21 | তারা স্থানীয় জনতাকে স্বাধীনভাবে এবং আনন্দের সঙ্গে ভোট দিতে দেখেছে, ভোট কেন্দ্রের নির্ধারিত ফর্মের ব্যবহারের মধ্যে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ভোট গণনা এবং সেগুলোর তালিকা করতে দেখেছে। | |
22 | নির্বাচনের দিনও লড়াইয়ের সূত্রপাত ঘটে, যখন সরকারি সৈন্যরা ডেমোক্রেটিক কারেন বুদ্ধিস্ট আর্মি নামক দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। | |
23 | এই লড়াই ১৭,০০০ -এর বেশী লোককে সরে যেতে বাধ্য করে, যারা থাইল্যান্ড সীমান্তের কাছে শরণার্থী হিসেবে আশ্রয়ের অনুসন্ধান করছে। | 校对:Soup |