# | ben | zhs |
---|
1 | পাকিস্তান: আমাদের এখানে আবর্জনা ফেলা বন্ধ করুন | 巴基斯坦:别再把垃圾丢给我们了 |
2 | বিশ্ব আজ যে সব সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্বায়নকে প্রায়শই সে সব সকল সমস্যার সমাধান হিসেবে ধারণা দেওয়া হয়। | 大家常将全球化视为问题的解决之道,然而,水能载舟亦能覆舟,全球化也为某些地方带来许多负面效益。 |
3 | তবে বিশ্বায়নের বেশ উচ্চমাত্রার বিষক্রিয়া জনিত প্রভাবও রয়েছে। | 例如,在全球化影响下,无国界的现象日趋明显, 而西方国家便不断将塑胶及医疗废弃物往第三世界送。 |
4 | যেমন বলা যায়, দৃশ্যত সীমান্ত অদৃশ্য হয়ে যাওয়া মানে হচ্ছে যে এর ফলে পশ্চিমা বিশ্ব তাদের প্লাস্টিক এবং চিকিৎসা সামগ্রীর আবর্জনা তৃতীয় বিশ্বের দেশগুলোতে ফেলবে এবং তারা তা ফেলতে শুরু করেছে। | 因此,三十余年来,缺乏严密把关和控管程序的国家如巴基斯坦,就成了接收垃圾的受害者。 |
5 | তারা তা করতে সক্ষম কারণ পাকিস্তানের মত দেশগুলোতে এ ধরনের কাজের বিরুদ্ধে আওয়াজ তোলার মত মানুষ এবং তার সাথে এই বিষয়ে ভারসাম্য রক্ষার বিষয়ে কথা বলার মত নাগরিকের অভাব রয়েছে, যে দেশটি গত ৩০ বছর ধরে উন্নত বিশ্বের ডাস্টবিনে পরিণত হয়েছে। | 博客“怀疑生活 (Skeptic life)”指出: |
6 | স্কেপ্টিক লাইফ সংবাদ প্রদান করেছে: | 就目前而言,巴基斯坦对于医疗废弃物处理并无一套系统作法。 |
7 | যথারীতি, পাকিস্তানে চিকিৎসা সামগ্রীর বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ক কোন পদ্ধতিগত ব্যবস্থাপনা নেই। | 由于并非所有医疗机构都设有焚化炉,因此在成堆的垃圾山中轻易可见受 污染的废弃物。 |
8 | এখানকার সকল চিকিৎসা কেন্দ্রগুলোতে বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র নেই। | 我们真的不希望其他国家雪上加霜,再把他们自己国家的危险废弃物丢到巴基斯坦来,尤其是肝炎、爱滋等传染病患者使用过的医疗废弃物。 |
9 | যার ফলে উন্মুক্ত স্থানে সম্ভাব্য ছোঁয়াচে উপাদান যুক্ত বর্জ্য পড়ে থাকতে দেখার ঘটনা খুব সাধারণ বিষয়। | 医疗废弃物未经处理,任由液体流入海中。 |
10 | সর্বশেষ ঘটনা হচ্ছে, এখন অন্যান্য রাষ্ট্রসমূহ থেকে ঝুঁকিপূর্ণ বর্জ্য আসছে, যা এতে আরো সমস্যা যুক্ত করেছে, বিশেষ করে এই সমস্ত বর্জ্য যখন হেপাটাইটিস এবং এইডসের মত ছোঁয়াচে রোগের সংক্রমণ এবং কারণ। | 照片由 Raja Islam 提供,Demotix 版权所有。( |
11 | অপরিশোধিত চিকিৎসা সামগ্রীর বর্জ্যসমূহকে সমুদ্রে ফেলা হচ্ছে। ছবি রাজা ইসলামের। | 2010/11/1) 博客 Uroos亲自前往拉合尔的垃圾场采访实况: |
12 | কপিরাইট ডেমোটিক্সের (১/১১/২০১০)। উরস নামক ভদ্রমহিলা, লাহোরের এ রকম এক আবর্জনা জমা করার স্থানে তার ভ্রমণ করার সংবাদ প্রদান করছে: | 两天前我到拉合尔,便和我的媒体朋友驱车前往位于 Shadran 的垃圾处理场。 |
13 | দুই দিন আগে লাহোর ভ্রমণ করার সময়, আমি আমার প্রচার মাধ্যমের আরো কিছু বন্ধুসহ সাদরান নামক এলাকায় ঘুরতে যাই, যা কিনা লাহোরের আবর্জনার স্বর্গরাজ্য। | 附近仓库内的地上看到的全是碾碎的塑胶物品、成堆的医疗废弃物、医疗用导管和输液袋,而且还看到有人来采买这些废弃物。 |
14 | সেখানে আমি ওয়্যারহাউজে (বাজে জিনিস রাখার গুদামঘর) মেঝেতে দোমড়ানো প্লাস্টিক, চিকিৎসা সামগ্রীর বর্জ্যের স্তুপ, আইভি টিউবস এবং ইনফিউশন ব্যাগ দেখতে পেলাম এবং মানুষজন সেগুলো কিনতে আসছে। | 我想瞭解状况,于是 拦住其中一个在现场工作的小孩。 |
15 | সেখানে কাজ করা এক শিশু আমার নজরে এলো। আমাকে হতবাক করে সে জানালো যে স্থানিক প্লাস্টিক সামগ্রীর নির্মাতারা পুনরায় ব্যবহারের জন্য এখানে এই সমস্ত আবর্জনা কিনতে আসে, যা দিয়ে তারা এমনকি গৃহ সরঞ্জাম তৈরী করে! | 他告诉我当地的塑胶产品制造商,甚至是器皿制造商,都会到这里便宜买入废弃物再利用,这实在让人难以置信。 |
16 | পাকিস্তানে প্লাস্টিক বর্জ্যের আবর্জনা জমা করার বিষয়ে গ্রীন এ্যাকশন এক সংবাদ প্রদান করছে: | 以下是绿色行动 (Green action) 对巴基斯坦塑胶废弃物的报导: |
17 | বর্তমানে পাকিস্তানে শত শত আমদানিকারক এবং ক্রেতা রয়েছে, যারা বিভিন্ন ধরনের ব্যবহৃত প্লাস্টিক পণ্য এবং উপাদান নিয়ে বাণিজ্য করছে। | 目前,巴基斯坦仍有大批输出商和买家,专门从事买卖各种用过的塑胶物品和材料。 |
18 | নিঃসন্দেহে ব্যবহার করা এই সমস্ত পণ্য অর্থনৈতিক ভাবে সস্তা এবং খুব স্বল্পমূল্যের, বিশেষ করে পাকিস্তানের বাজারের গড় ক্রেতাদের জন্য। | 这些废弃物的确可以让商人大幅节省成本,压低售 价,以符合巴基斯坦一般民众的消费水平。 |
19 | তবে এই সমস্ত ব্যবহৃত প্লাস্টিকের পণ্য সামগ্রী ব্যাপক এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে যে সামগ্রিক ঝুঁকির সৃষ্টি হয়, তা তথাকথিত লাভ এবং সুবিধার চেয়ে বেশী। | 但是这些使用过的塑胶废弃物并未经过适当的管控和处理程序,潜藏大量危机,不应为了贪图便宜就贸然重复利用。 |
20 | বিশ্বের যে কোন প্রান্ত বাস করা এক স্বাস্থ্য সচেতন নাগরিকের জন্য একটি ব্যবহার করা প্লাস্টিকের পানির বোতল থেকে পানি পান করা কোন আদর্শ বাস্তবতা নয়, কিন্তু পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী রয়েছে যারা এই সমস্ত অবর্জনা নামক সম্পদ থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা উপভোগ করছে। | 世界 上其他国家注重卫生的人,绝对不会拿用过的宝特瓶来喝水,但却有不少巴基斯坦商人觉得能从垃圾中挖到这些其他进步国家丢弃的“宝藏”而沾沾自喜。 |
21 | বিশ্বের উন্নত দেশসমূহে এই ধরনের বিষয় গ্রহণযোগ্য নয়। | 有人质疑,为何巴基斯坦政府允许别的国家把危险废弃物丢到我们的土地上? |
22 | কেউ একজন বিস্মিত হতে পারে যে কিভাবে পাকিস্তান সরকার এই সমস্ত ঝুঁকিপূর্ণ বর্জ্য পাকিস্তানের মাটিতে স্তুপ করে রাখার অনুমতি প্রদান করছে? যদিও এই ঘটনা রহস্যজনক যে, শুল্ক বিভাগ এই সমস্ত পণ্যের বেশ কয়েকটিকে ভুল ভাবে “ প্লাস্টিক খণ্ড বা বাতিল প্লাস্টিক” বা অন্য শ্রেণীতে ফেলে, সেগুলোকে এই ধরনের ঘোষণার মাধ্যমে দেশে প্রবেশ করার সুযোগ করে দেয় এবং আমদানীকারকেরাও এভাবে তা বিক্রি করে। | 其实,这牵涉到层层问题,当这些危险废弃物送至海关时,都是以“塑胶废弃 物”类别,以及其他待处理和进口商用以廉价出售的类别名称呈报,轻松闯关成功。 |
23 | উক্ত আমদানীকারক রা, নিজেদের জমা বর্জ্য নিজেদের কাছে বিক্রি করতে পারে না। | 由于政府规定不可贩卖自己丢弃的物品,因此这些不肖厂商便联手钻漏洞。 |
24 | কাজে সমগ্র প্রক্রিয়ায় তারা মিলিত ভাবে কাজ করছে। আমাদের দেশের অনেক হাসপাতালের খালি জায়গায়ও চিকিৎসা সামগ্রীর বর্জ্যের স্তুপ অথবা আশেপাশের জমা করা ময়লা দেখতে পাওয়া যায়। | 就连 我们自己很多家医院也常把医疗废弃物丢在后院,或附近的垃圾堆,不当丢弃的状况十分猖獗,喀拉蚩垃圾场甚至经常出现许多堕胎取出的胎儿。 |
25 | এর সাথে বাড়তি হিসেবে যোগ হয়েছে একটি ভিন্ন বিষয়। করাচির আবর্জনার স্তুপ-এর মাঝে নিয়মিতভাবে না জন্মানো নবজাতকের ভ্রূণকে উঁকি দিতে দেখা যায়। | 《日夜新闻 (Day and night news)》在博客上报导相关事件: |
26 | ডে এন্ড নাইট নিউজ ঠিক এ রকম এক ঘটনার সংবাদ তাঁদের ব্লগে প্রকাশ করছে: জন নিরাপত্তার উদাসীনতার বাস্তবতা একটি বিষয় সমানে উঠে এসেছে, সেটি হচ্ছে প্রায় ৯০০ কেজি বায়ো মেডিকেলের বর্জ্যের ( বিএমডাব্লি) একটি ব্যাগ, যার মধ্যে ব্যবহৃত সিরিঞ্জ, রক্তের দাগ সম্বলিত তুলার সামগ্রী ব্যান্ডেজ প্যাকেট একটি ফেলা দেওয়ার জন্য তৈরী প্লাস্টিকের ব্যাগে ভরে, সেটিকে ইউটি ফ্লাগশিপহসপিটাল-এ জিএমসিএইচ-৩২-এর খোলা জায়গায় স্তুপ করে রাখা হয়। | 一袋袋装满用过的注射器、棉花、纱布、绷带,总共 900 公斤的生物医疗废弃物 (BMW),就这样露天弃置于 UT 行政区的大型综合医院 GMCH-32 的后方。 |
27 | ঘটনা হচ্ছে এটি এই এলাকার মধ্যে অন্যতম রোগীতে পরিপূর্ণ এবং বিশ্বস্ত হাসপাতাল। | 当局有多漠视公共安全议题? |
28 | এই ধরনের ঘটনা কেবল তাদের শাস্তি দিচ্ছে যারা এই কাজটি করতে দিচ্ছে। | 看这种处理方式就可想而知了。 |
29 | এর মাধ্যমে হাজার হাজার ব্যক্তি, যার মধ্যে উক্ত হাসপাতালের কর্মী, রোগী, এবং তাদের সাথে আসা আত্মীয় রয়েছে, তারা প্রাণঘাতী ছোঁয়াচে রোগের সংক্রমণের মত নাজুক পরিস্থিতির মাঝে পড়ে যাচ্ছে। | 医院是人来人往的公共场所,也是民众信赖的机构,每天成千上百的医院员工、病人和出入医院的访客,都因此暴露于传染疾病的高风险环境中,如此放任公共卫生安全不管,罪加一等。 |
30 | করাচীর এক আস্তাকুঁড়ে বিনষ্ট যোগ্য নয় এমন প্লাস্টিকের স্তুপ। | 喀拉蚩垃圾场中无法分解的塑胶废弃物。 |
31 | ছবি সৈয়দ ইয়াসির কাজামির। কপিরাইট ডেমটিক্সের (১৫/১২/২০০৯)। | 照片由 Syed Yasir Kazmi 提供,Demotix 版权所有。( |
32 | একই সাথে লাহোরে প্লাস্টিক সামগ্রী আমদানির ক্ষেত্রে যে লাভের বিষয়টি রয়েছে, পাকিস্তান টুডে সে সম্বন্ধে বিস্তারিত বর্ণনা প্রদান করছে: | 2009/12/15) 《今日巴基斯坦 (Pakistan Today)》亦深入探讨进口商罔顾拉合尔人民健康,大赚塑胶废弃物钱财的情况: |
33 | পাকিস্তানে রোগ কেনা খুব সহজ একটা কাজ। | 在巴基斯坦想得病那还不容易? |
34 | বাস্তবতা হচ্ছে যদি আপানি জার্মানি বা জাপানের কোন একটা অপারেশন থিয়েটারের কোন এক সংক্রমণ কিনতে চান তাহলে সাহদারান বাজারের যারা ব্যবহৃত ঝুঁকিপূর্ণ প্লাস্টিক সামগ্রী পাইকারি হারে কেনে, তাদের যে কোন একজনের কাছে আপানাকে যেতে হবে এবং তাদের বলতে হবে, তারা যেন আপনার কাছে এইচআইভি, হেপাটাইটিস সি অথবা যক্ষ্মা রোগের জীবাণু বিক্রি করে। উত্তমরূপে সংক্রমণের হার কেনার তারতম্য হবে প্রতি কেজিতে ১০০ থেকে ১৫০ রুপি। | 如果你也想得到和德国或日本手术室病人相同的疾病,只要到 Shahdara 市场从买卖二手塑胶废弃物的大把商人中,随意挑一个问他能不能卖你 HIV、C 型肝炎或肺结核,他就能依照传染效果的好坏,提供不同等级的产品,价格从每公斤 100 卢比到 150 卢比不等。 |
35 | আপনি হয়ত বিস্মিত হবেন, এসব কিসের জন্য। | 也许你会觉得很不可思议,但这种缺乏信赖与责任感的情形在巴基斯坦却是司空见惯。 |
36 | দিন আসে দিন যায়, আর আমরা পাকিস্তানের জবাবদিহিতার অভাব নিয়ে কথা বলছি। এর দায়ভার এখানকার কর্তৃপক্ষ উপর বর্তায়। | 本该保护人民的政府却纵容拉合尔商人买卖塑胶废弃物的不肖行 为,任由好几公吨的传染物质流进市场。 |
37 | লাহোরে যারা বাতিল প্লাস্টিক সামগ্রী নিয়ে বাণিজ্য করছে, সেই বাজারে যেন হাজার হাজার টন এ রকম সংক্রমণ সামগ্রী প্রবেশ করে, কর্তৃপক্ষ সেই বিষয়টি নিশ্চিত করেছে। যদিও একটি শক্তিশালী এবং খুঁটিয়ে দেখার মত এক শুল্ক আইন রয়েছে, তবে তার সাথে এই সমস্ত পণ্য নিয়ন্ত্রণের উপর আগ্রহ অনেক কার্যকর প্রমাণিত হতে পারে। | 重新检视并加强执行海关法,以及严加控管相关进口物品能有效改善丢弃危险废弃物的情况,但更重要的是,巴基斯坦人民是否能贡献一己之力,让我们重新 拥有干净的家园。 |
38 | এই সমস্ত পণ্যের হাত থেকে আমাদের দেশকে পরিষ্কার রাখার জন্য স্থানীয় সম্প্রদায়সমূহকে এই বিষয়ের সাথে যুক্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্য সংবাদ প্রদান করা, যেমন জমা হওয়া বর্জ্য হচ্ছে সমস্যার মূল। | 此外,一般民众普遍缺乏危机意识,长期以来都与这些有害物质共同生活,因此,将这些不法行径报导出来,确实能发挥关键效果。 |
39 | নজরদারি না থাকার কারণে অনেক দীর্ঘ সময় ধরে আমরা ক্ষতিকর জীবাণুর হামলার সম্ভবনার মাঝে রয়ে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত, যেন আমরা আমাদের এই শহরে উন্মুক্ত স্থানে এই সমস্ত আবর্জনা না পোড়ানো হয়, এবং নিজেদের যেন প্রশ্ন করি কেন এবং কারা আমাদের এই সমস্ত ঝুঁকিপূর্ণ উপাদান গ্রহনের দিকে ঠেলে দিচ্ছে। | 下次当我们经 过那些正在燃烧、堆积如山的垃圾堆时,不该再视若无睹,反之,应驻足询问为何要燃烧这些有毒物质,又是谁让我们身陷污染的环境中? |
40 | পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্যে স্থানীয় সম্প্রদায়কে সংগঠিত করা এবং সম্মুখসারিতে কাজ করার ক্ষেত্রে তাদের বাঁধা না দেওয়ার মধ্যে দিয়ে এই ক্ষেত্রে আরো বেশী কিছু অর্জন করা সম্ভব। | 当然,除了保护海滩环境 之外,我们还可以组织团体一起维持家园环境整洁。 |
41 | আমাদের চারপাশের যে প্রকৃতি, আমরা যদি তার প্রতি যত্নশীল হই, তাহলে পাকিস্তানকে নিরাপদ রাখা এবং এখানে বাসযোগ্য এক পরিবেশ তৈরীর জন্য আমরা এক কার্যকর পরিবর্তন সাধন করতে পারব। | 唯有靠大家同心协力,致力环保,才能还巴基斯坦一个干净、安全的居住环境。 |