# | ben | zhs |
---|
1 | ল্যাটিন আমেরিকার ব্লগাররা রিয়েলিটি টেলিভিশনে যোগ দিয়েছে | 拉丁美洲:博客跃上实境节目 |
2 | শেভ্রলে আর ন্যাটজিও একটা রিয়েলিটি শো শুরু করেছে যেটার মধ্যে সারা দক্ষিণ আমেরিকা জুড়ে গাড়ি চালানো, পর্যটন, গ্যাজেট আর ব্লগিং এর মিশ্রন আছে। অন দ্যা রোড এগেইন নামক প্রোগ্রাম ৬টি ভিন্ন দেশের ৬জন ব্লগারকে অনুসরণ করেছে গাড়ি চালিয়ে ও ভ্রমণ করে। | 雪佛兰(Chevrolet)与国家地理频道推出南美洲实境节目,给合驾车、观光、科技工具与博客,「再次上路」(On The Road Again)这个节目跟随六个国家的六个博客,驾车四处游览,并使用录像、博客文章与照片记录经验,之后也将在国家地理频道播出。 |
3 | আর তাদের অভিজ্ঞতা স্ট্রিমিং ভিডিও, ব্লগ পোস্ট আর ছবির মাধ্যমে লিপিবদ্ধ করা হচ্ছে যা পরে ন্যাটজিও চ্যানেলের একটা অনুষ্ঠানে দেখানো হবে। চিলি থেকে লিও প্রিতো লিখেছেন: | 智利的Leo Prieto[西班牙文]表示: |
4 | পরের ৬ সপ্তাহ ধরে প্রত্যেকজন ব্লগারদের প্রযোজিত একটা করে ‘ওয়েবিসোড' পর্ব ইউটিউব চ্যানেলে অন দ্যা রোড এগেইনে প্রকাশ করা হবে আর তার পরে ন্যাটজিও দেখাবে। | |
5 | অনুষ্ঠানটি এই সপ্তাহে শুরু হবে, আমার যাত্রা উত্তর চিলিতে দেখানো দিয়ে। পরে এটা চলবে ফাবিও বাক্কাগ্লিওনি (আরজেন্টিনা), ইন্তি আকেভেদো (ভেনিজুয়েলা), রাফায়েল জিগ্গি (ব্রাজিল), রাফায়েল বায়োনা/ প্যাটন (কলাম্বিয়া) আর ইকুয়েডরের একজন ব্লগার যাকে ঠিক করতে হবে। | 未来六周,这些博客所制作的网络节目将在「再次上路」YouTube频道播出,然后再交给国家地理频道播放,节目从本周开始,第一集是我在智利北部的旅程,之后还有Fabio Baccaglioni(阿根廷)、Inti Acevedo(委内瑞拉)、Rafael Ziggy(巴西)、Rafael Bayona/Patton(哥伦比亚),厄瓜多尔的博客未定。 |
6 | নীচের ভিডিওতে লিও প্রিতোকে উত্তর চিলির মরুভুমিতে পরিত্যাক্ত খনির শহর চাকাবুরোতে দেখা যাবে: | 以下这段录像中,Leo Prieto前往智利北部沙漠的废弃矿镇Chacabuco: |
7 | রাফায়েল জিগ্গি ব্রাজিল থেকে ব্যাখ্যা করেছেন: অন দ্যা রোড এগেইন নামে একটা প্রকল্পে আমাকে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। | 巴西的Rafael Ziggy[西班牙文]亦指出: |
8 | এটা একটা অনলাইন সার্ভিসের নাম যা অদুর ভবিষ্যতে শেভ্রলে শুরু করবে আমাদের যাত্রার ছবি, ভিডিও আর গল্প প্রচার করার জন্য। এটা যাত্রী, অভিযাত্রী আর সাধারণভাবে সেই সব মানুষের জন্য যারা পছন্দ করে গাড়িতে উঠে রাস্তায় নিজেদেরকে দেখতে। | 我受邀参与「再次上路」这个节目,雪佛兰也在将不久后推出同名网络服务,分享我们在旅程中的照片、录像与故事,是为旅行者和探险者所设计,也是为喜欢驾车上路的人们设计。 |
9 | ব্লগাররা এরই মধ্যে এই আহ্বানে সাড়া দিচ্ছে: তারা এই ওয়েবসাইট দেখছে, মন্তব্য করছে এমনকি থাকছে আর যাত্রা করছে প্রবলভাবে এই সাইটে থাকা বাছাই করা ৫ জন ব্লগারের সাথে। মাতিয়াস দুত্তো একটা পর্ব দেখেছেন আর তার নিজের অভিজ্ঞতার কথা তার মনে পড়েছে: | 许多博客也登入网站留言,彷佛与已选出的五位博客一同生活与旅行,Matias Dutto[西班牙文]看到其中一集,想起自己的旅游经验: |
10 | অন দ্যা রোড এগেইন প্রচারণায় লিও প্রিতোর পর্ব আমাকে একটা খুব সুন্দর জায়গার কথা মনে করিয়ে দিয়েছে: এটা অভুতপূর্ব, প্রায় অজাগতিক দৃশ্য: আটাকামার সান পেদ্রো। সেখানে আমি প্রায় এক সপ্তাহের জন্য আটকা পড়েছিলাম, কারন জামা পাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল- আর্জেন্টিনার সাথে সীমান্তে- খারাপ আবাহাওয়ার কারনে (আমাকে বলিভিয়ার শীতে যাত্রা করতে হয়েছিল)। | Leo Prieto在「再次上路」里有集节目,让我想起一个很棒的地方,景色几近超现实:Atacaman的San Pedro,当时正值玻利维亚的冬季,由于天气恶劣,邻近阿根廷边界的通道中断,我被迫困在那里一个星期,感谢一位智利卡车司机的帮忙,让我终于回到Jujuy,这是我快乐但冻坏了的表情: |
11 | চিলির একজন ট্রাক চালককের সাহায্যকে ধন্যবাদ আমি জুজুইতে ফিরতে পেরেছিলাম, এখানে আমার খুশি আর ঠান্ডা মুখ: | 他的照片在此。 |
12 | মাতিয়াস দুত্তোর ছবি এখানে দেখতে পারবেন। | 其它博客很兴奋哥伦比亚也在节目之中,看到博客Patton实时更新录像和Twitter讯息。 |
13 | অন্য ব্লগাররা যারা এটা নিয়ে উত্তেজিত তারা কলম্বিয়াতে আছেন। | 他提到自己拜访哥伦比亚足球传奇人物Pibe Valderrama生长的房子,并张贴和足球员父亲见面片段: |
14 | তারা কিক স্ট্রিমিং ভিডিও প্লাটফর্মে একই সাথে দেখছেন সহ ব্লগার প্যাটনের সাম্প্রতিক সংবাদ, যা টুইটার দ্বারা আপডেট হয়। | El Gerente[西班牙文]的留言是: |
15 | এই আপডেটে, তিনি জানিয়েছেন কলম্বিয়ার ফুটবলের কিংবদন্তি পিবে ভালদেরাম্মা যে বাড়িতে জন্মিয়েছিলেন আর বড় হয়েছিলেন সেখানে যাওয়ার কথা, আর পিবের বাবার সাথে তার সাক্ষাতের ভিডিও পোস্ট করেছেন: | |
16 | এল গেরেন্তে মন্তব্য করেছেন: | 猜猜哪位博客获选代表哥伦比亚… |
17 | না, আমি না, আমি আশা করেছিলাম যদি হতাম, বরং এটা প্যাটন, এই মিডিয়ায় ব্লগারের বিজ্ঞ পরামর্শদাতা, একই ব্যক্তি যে শুরু থেকে আমাকে ভালো পরামর্শ দিয়েছে আর যার সাথে আমি ভালো বন্ধু হয়েছি। | 我当然希望是我,但并不是,而是Patton,他在一开始给我许多关于博客的建议,也是我的好朋友。 |
18 | আরও ব্লগার এই ব্যাপারে লিখেছেন। | Maria()[西班牙文]则很羡慕他们: |
19 | উদাহরণস্বরুপ, মারিয়া তার ঈর্ষার কথা জানিয়েছেন: | 我们得知Patton将代表雪佛兰旅行一个星期时,多数都只能羡慕地祝他一路顺风。 |
20 | কলম্বিয়ার ব্লগের লোকে যখন জানতে পারলো যে উপরে উল্লিখিত প্যাটন শেভ্রোলের খরচে সপ্তাহব্যাপী সফরে যাবে, আমাদের মধ্যে বেশীরভাগের কিছু করার ছিলনা হিংসায় নিজের কনুইতে কামড় দিয়ে তাকে তার যাত্রার জন্য শুভকামনা জানানো ছাড়া। | 节目YouTube频道上已有Leo Prieto在智利、Fabio Baccaglioni在阿根廷的片段,Flickr也有相关照片。 |
21 | ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে এরই মধ্যে লিও প্রিতো আর ফাবিও বাক্কাগ্লিওনির চিলি আর আর্জেন্টিনার অভিযাত্রা প্রকাশিত হয়েছে আর তাদের ফ্লিকারের পাতায় ছবিও আছে। | 最后这段录像来自阿根廷,Fabio从安地斯山脉的悬崖上攀爬下来: |
22 | শেষের এই ভিডিও আর্জেন্টিনা থেকে যেখানে ফাবিও অ্যান্ডেস পাহাড়ের একটা খাড়ি দিয়ে নেমে যাচ্ছে: | 校对:Soup |