# | ben | zhs |
---|
1 | পশ্চিম সাহারা: ২০১০ সালের সাহারা ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানো | |
2 | বলা যায় আপনি তা হলে তালিকাটি তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, আপনার নতুন বছরে পরিকল্পনার তালিকা। | 西撒哈拉:2010年马拉松赛 |
3 | হয়তো সেই তালিকায় আপনি লিখেছেন যে, এ বছর আপনি প্রায়শ:ই শরীর চর্চা করতে বের হবেন। | |
4 | আপনি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লোকদের সাহায্য করতে চান, ভিন্ন এক দেশে ভ্রমণ করতে চান, আবার একই সাথে ভিন্ন সংস্কৃতির লোকদের সাথে সাক্ষাৎ করতে চান। | |
5 | যদি এর উত্তর হ্যাঁ হয়, তা হলে আপনি জেনে খুশি হবেন যে সাহারা ম্যারাথন ২০১০, এ বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে। | |
6 | সাহারা ম্যারাথন এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সাহারাউই জনগোষ্ঠীর প্রতি একাত্মতা প্রদর্শন করার জন্য অনুষ্ঠিত হয়। এ বছর এই অনুষ্ঠানটির দশ বছর পূর্ণ হবে। | 假设各位刚许下新年新希望,或许你盼望能多运动、想帮助世界其他人们、想到另一个国度旅行、想认识不同文化的朋友,若这些正是各位的愿望,那么各位肯定会想得知2010年2月22日将举办的「2010年撒哈拉马拉松赛」。 |
7 | পশ্চিম সাহারার মরুভূমিতে বিশটি ভিন্ন ভিন্ন জাতির লোকজন তীব্র এক প্রতিযোগিতার মুখোমুখি হবে। এটি তারা করবে উদ্বাস্তু শিবিরে বাস করা সাহারাউইদের সাহায্য করার জন্য। | 撒哈拉马拉松赛为一国际体育赛事,希望展现与西撒哈拉民众团结一心,今年活动迈入第十年,来自20个国家的选手将面对西撒哈拉沙漠的艰困挑战,同时帮助难民营内的西撒哈拉居民。 |
8 | দৌড়ানোর জুতোর সারি, ছবি জোশিয়া ম্যাকেঞ্জির তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে | |
9 | এই বছর ম্যারাথন হবে ডাকলা শিবিরে এবং অনেক সাহারাউই ব্লগ এই অনুষ্ঠানের ঘোষণা ও প্রচারণা করছে। | 运动鞋照片来自Flickr用户Josiah Mckenzie,依据创用CC授权使用 |
10 | স্প্যানিশ ভাষার ব্লগ টডোস কন এল সাহারা, সাহারা ডিপোর্টেস এবং ব্লগ ডে মনটানা এই বিষয় সম্বন্ধে লিখেছে। এ ছাড়াও এই বিষয় সম্বন্ধে আপনি ইংরেজী ভাষায় তথ্য জানতে পারবেন এই ব্লগের নিজস্ব সাইট ও ইউসেকেরায়, সেখানে আপনি একটি ব্লগ পাবেন যা এই বিষয়ের উপর উৎসর্গ করা হয়েছে। | 今年马拉松路线将行经Dakla难民营,许多西撒哈拉博客都公告并宣传此事,包括Todos con el Sahara、Sahara Deportes、Blog de Montaña等西班牙文博客都提到此事,官方网站亦有相关英文讯息,euskera则是专为此事设置的博客。 |
11 | কন এল সাহারা ব্লগ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করছে: | Con el Sahara说明活动目的: |
12 | অংশগ্রহণকারীদের প্রদান করা দাতব্য অর্থ এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগ্রহ করা অর্থ এই উদ্বাস্তু শিবিরের মানবিক সাহায্য প্রকল্পে প্রদান করা হবে। | |
13 | সাহারা ম্যারাথন, ছবি আব্রিলুরয়ুর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | |
14 | গতবছর, কিলোমেট্রোসিসুয়েনোস সাহারা ম্যারাথনে অংশগ্রহণ করেছিল এবং তার উদ্দীপনামূলক অভিজ্ঞতা আপনাকে এই দৌড়ে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করবে: | |
15 | আমি যে কোন দৌড়বিদকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলছি। মরুভূমির মধ্যে দৌড়ানো এক বিস্ময়কর অভিজ্ঞতা। | 无论是参赛者捐款,或是向个人及机构募得的款项,都将用在难民营人道援助计划中。 |
16 | এছাড়া এখানে বিভিন্ন দুরত্বের দৌড় রয়েছে: ৫,১০,২১, এবং ৪২ কিলোমিটারের দৌড়। | 撒哈拉马拉松赛照片来自Flickr用户aabrilru,依据创用CC授权使用 |
17 | এ রকম এক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবার ক্ষেত্রে কোন অজুহাত নেই!!! | 去年Kilometrosysueños参与马拉松赛,希望他的美好经验能吸引各位报名: |
18 | যদি আপনি কোন কারণে এই প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন, তা হলে আপনার জন্য দ্বিতীয় এক সুযোগ রয়েছে। এর নাম সাহারা বাইক রেস বা সাহারা মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা। | 我向所有热爱赛跑者大力推荐这项赛事,在沙漠中奔跑的经验很美妙,而且还有5公里、10公里、21公里、42公里的赛程供各位选择,你没有理由不参加! |
19 | এটি এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। একটি ব্লগ এই অনুষ্ঠানটির সম্বন্ধে বেশ কয়েকটি ভাষায় প্রচারণা চালাচ্ছে। | 若各位来不及报名,也可以选择四月举行的「撒哈拉自行车赛」,比赛博客也提供西班牙文、法文、英文、义大利文版资讯。 |
20 | ভাষাগুলো হল: স্প্যানিশ, ফরাসী, ইংরেজী এবং ইতালী। অনেক সাহারাউই ব্যক্তি বিগত ৩০ বছর ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে। | 许多西撒哈拉民众已沦为难民长达30年,完全仰赖有限援助及政治领袖努力,且世界多数地区都对他们漠不关心;其中三分之一的难民为孩童。 |
21 | তারা, সীমাবদ্ধ সাহায্য এবং নেতাদের প্রচণ্ড চেষ্টার উপর টিকে আছে এবং তারা তাদেরকে নিয়ে বাকী বিশ্বের মানুষদের উদ্বিগ্নতার অভাবকে মোকাবেলা করছে। | |
22 | এই সব উদ্বাস্তুর এক তৃতীয়াংশই শিশু। এমনকি ম্যারাথন দৌড় এবং সাইকেল চালনার মত উপরের ঘটনা বর্ণনা করছে যে, এ সবের উদ্দেশ্য তহবিল সংগ্রহ। | 上述马拉松赛或自行车赛等活动希望能藉此募款、帮助他们发展小型计划、向世人展现此地独特又丰富的文化,也呈现这个国家求生的困境。 |
23 | যেন এর মাধ্যমে ক্ষুদ্র কিছু প্রকল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। | 校对:Soup |
24 | কিন্তু একই সাথে এর উদ্দেশ্য এক আলাদা এবং সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো। | |
25 | তবে একই সাথে এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য, একটি জাতি হিসেবে টিকে থাকতে গিয়ে সাহারাউই জনগোষ্ঠী যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তা সবার সামনে তুলে ধরা। | |