# | ben | zhs |
---|
1 | ভিডিও: বিশ্বব্যাপী একমিনিট পরিবেশ বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার প্রস্তাবনা গ্রহণ করা হচ্ছে | 全球一分钟环境影片竞赛开放报名 |
2 | এক মিনিটের পরিবেশ বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতা টিভি বায়োমুভিজ এর ৩য় সংস্করণ শুরু হয়েছে। | |
3 | ৯ বছরের বেশী যে কেউ ক্যামেরা ও পরিবেশ বিষয়ক এক মিনিটের ভিডিও তৈরির পরিকল্পনা নিয়ে ভিডিও তৈরির জন্য ৩০০ ডলারের পুরস্কার জয়ের লক্ষ্যে অংশগ্রহণ করতে পারে এবং পরে ১৫০০ ডলারের চূড়ান্ত পুরস্কার এবং নভেম্বরে ইউএন কপ ১৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য জয়ের লক্ষ্যে প্রতিযোগিতা করতে হবে। | |
4 | অংশগ্রহণের জন্য, পরিবেশ বিষয়ক সচেতনতার জন্য যেমন সমুদ্র, পুন-প্রক্রিয়া করা, নারী ও জলবায়ুর পরিবর্তন, বিশুদ্ধ পানি এবং টেকসই জীবন ব্যবস্থা সম্পর্কিত ৫টি শ্রেনী থেকে একটি পছন্দ করতে হবে। বিন্দু বিন্দু আশা, ২০১১ বায়োমুভিজ বিজয়ীদের একজনের স্থিরচিত্র | 第三届Tve Biomovies一分钟环境影片竞赛已起跑,任何人只要年满九岁、懂得掌镜,也有一分钟环境影片的构想,都有机会赢得300美元拍摄经费,并争取1500美元的大奖,并在11月出席联合国COP18会议。 |
5 | ১ মিনিটের ভিডিওতে কি করতে চান তা ৫ সেপ্টেম্বর ২০১২ এর পূর্বে নির্ধারিত ছকে পাঠান। | 2011年获奖影片“希望点滴”截图 |
6 | বিচারকরা ১০টি প্রস্তাব নির্বাচন করবেন (প্রত্যেক শ্রেণী থেকে দুটি করে) যারা ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণের তহবিল পাবার যোগ্য বিবেচিত হবেন। ঐ ১০টি চলচ্চিত্র চূড়ান্ত পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে এবং প্রত্যেক শ্রেণী থেকে বহুমাত্রিকতা সম্পন্ন একটি বিজয়ী হবে। | 参赛者共有五项与 环境意识相关的类别可选择:海洋、回收、女性与气候变迁、净水、永续生活,请在2012年9月5日之前,填写参赛表格,并说明你的一分钟影片构想,评审团 将自五大类各挑选两项提案,各提供300美元拍摄经费,再由十部作品竞逐最终大奖,由点阅次数最高者胜出。 |
7 | কিভাবে অংশগ্রহণ করতে হবে, তার বিস্তারিত তথ্য টিভি বায়োমুভিজ ২০১২ নির্দেশিকায় পাওয়া যাবে, পরিকল্পনা আরবি, ইংরেজি, জার্মান, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায় তৈরি করা যাবে। | 完整参赛资讯请见网站说明,提案语言可选择阿拉伯文、英文、德文、俄文或西班牙文。 |
8 | গত বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিজয়ীরা এসেছিল, সকলেই পরিবেশ ও সম্পদের মূল্য এক মিনিটের কম সময়ে তুলে ধরেন। | 去年优胜者来自世界许多不同地区,都运用不到一分钟时间,强调关心环境与资源,以下为其中三部作品。 |
9 | নিম্নে বিজয়ীদের মধ্যে তিনটি চলচ্চিত্র। | “希望点滴”来自义大利与突尼斯: |
10 | ইতালি ও তিউনিসিয়া থেকে বিন্দু বিন্দু আশা: | “充电”来自印度: |
11 | ভারত থেকে রিচার্জ: উগান্ডা থেকে অস্থায়ী পিগমি: | “不安的俾格米人”来自乌干达: |