# | ben | zhs |
---|
1 | ফিলিপাইনস: ম্যানিলা চিড়িয়াখানার দু:খজনক অবস্থা নিয়ে ক্ষোভ | 菲律宾:为动物园处境恶劣而怒 |
2 | ম্যানিলা চিড়িয়াখানার সাম্প্রতিক খারাপ অবস্থা ফিলিপাইনসের নেট নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে বিশেষ করে অনলাইনে কিছু ছবি পোস্ট করার পরে। | |
3 | এইসব ছবির প্রতি প্রতিক্রিয়ার আধিক্যের ফলে ‘ম্যানিলা চিড়িয়াখানা' কিওয়ার্ডটি গত মাসে টুইটারের জনপ্রিয় বিষয় হিসাবে পরিণত হয়েছে। | 菲律宾马尼拉动物园情况照片在網絡上曝光后,引发網絡一片哗然,让“Manila Zoo”上个月成为Twitter网站热门话题。 |
4 | এটা শুরু হয় গত ১২ই জুলাই তারিখে যখন নিক্স দে পানো তার লাইভজার্নাল ব্লগে ২০০৮-২০১০ সালে তোলা ম্যানিলা চিড়িয়াখানার কিছু ছবি পোস্ট করেন যাতে দেখা যায় অসুস্থ পশু আর খারাপভাবে খাঁচা রাখা হয়েছে। | |
5 | পরের দিন পানোর বন্ধু কারেন আঙ্গ কিছু ছবি পুন:প্রকাশ করেন দ্যা প্রো- পিনোয় প্রোজেক্ট সাইটে: বেশ দ্রুত পুরো ব্যাপারটা বিশ্বব্যাপি টুইটারের মাধ্যমে ছড়িয়ে পরে। | 事件始于7月12日,Nix de Pano张贴一批于2008年至2010年拍摄的照片,记录动物园里老弱病瘦的动物;隔天他的朋友Karen Ang将部分照片转载至The Pro-Pinoy Project网站: |
6 | ‘ম্যানিলা চিড়িয়াখানা' হ্যাশ ট্যাগটি জনপ্রিয় একটা ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয় আর ছবির টুইটটি হাজারের বেশী পুন:টুইট আর পুন:পোস্ট পেয়েছে। | |
7 | এটা কিছু জনপ্রিয় ব্যক্তি আর প্রধান ধারার মিডিয়ার নজরেও পড়েছে। | 此事很快便传遍全球,文章也在網絡上不断转载,也吸引不少名人和主流媒体注意。 |
8 | পশুদের সাথে ভালো ব্যবহারের পক্ষে মানুষ (পেটা) অনলাইনে একটা পিটিশন চালু করেছে ম্যানিলা শহরের মেয়র আলফ্রেদো লিমকে আহ্বান করে যাতে চিড়িয়াখানায় আরো পশু আনার পরিকল্পনা বন্ধ করা হয়। | |
9 | তারা পশুদের অবস্থার উন্নতির দাবি করছেন আর অবশেষে চিড়িয়াখানাটি বন্ধ করে দেয়া উচিৎ বলে মনে করেন তারা: ম্যানিলা চিড়িয়াখানায় থাকা জিরাফ, ঘোড়া, কচ্ছপ, কুমির, খরগোশ আর হরিণদের প্রচন্ড ভীরের মধ্যে খাঁচায় রাখা হয়। | “动物道德对待团体”(PETA)也发起網絡连署,呼吁马尼拉市长Alfredo Lim不要再打算购入新动物,要求先改善动物处境,最终关闭动物园: |
10 | সম্পূর্ন একা একটা খাঁচায় থাকা সিসি নামে একটা ওরাঙ্গ ওটাং কেবল এতটুকু জায়গা পায় তার হাত বাড়াবার মতো। মালি নামে একা থাকা একটা হাতি থাকে কংক্রিটের একটা খাঁচায় আর বাঘ যারা সাঁতার কাটতে পছন্দ করে অল্প একটু পানি ছাড়া আর কিছু পায়না। | 马尼拉动物园里的长颈鹿、马、龟、鳄、兔、鹿都住在极为拥挤的兽笼里,独居的猩猩Sisi在狭小笼子里,连伸展都有困难;独居大象Mali住在水泥建的笼子里;老虎喜欢泡水,却只有一个小水洼。 |
11 | ব্লগার ফেইথ সালাজার ইতোমধ্যে স্বেচ্ছাসেবীদের আহ্বান জানিয়েছেন চিড়িয়াখানার দেখাশোনার জন আর ম্যানিলা চিড়িয়াখানার বন্ধু আন্দোলনে সই করার জন্য: | |
12 | অবশ্যই ম্যানিলা চিড়িয়াখানার অনেক উন্নয়ন দরকার। প্রথমত, এখানে জনবলের অভাব। | Faith Salazar则号召志工协助维持动物园营运,希望大家加入“马尼拉动物园之友”: |
13 | এখানে এমন মানুষের দরকার যারা পশুদের জন্য তাদের ভালোবাসা বাচ্চা আর তাদের বাবা মাদের মধ্যে ছড়িয়ে দেবে, তাদের বোঝাতে যতই কষ্ট হোক না কেন। | |
14 | যেসব মানুষ না জেনে পশুদের খাওয়াচ্ছে তারা তাদের স্বাস্থ্যহানিতে অবদান রাখছে। প্লাস্টিক, কাঠি আর অন্যান্য ক্ষতিকর জিনিষ পশুরা খেয়ে ফেলে আসলে দুইটা জিরাফ মারা গেছে, তাদের চারটার মধ্যে একটা পেট প্লাস্টিকে ভরা। | 马尼拉动物园显然需要大幅改进,人力严重不足,需要有人将对动物的关心传达给家长和孩童,无论多么困难都不能放弃,人们若任意喂食动物,其实危害动物健康,动物们吃下塑胶、冰棒和其他有害物品,两只长颈鹿已经死亡,其中一只的胃里便满是塑胶。 |
15 | আঙ্গ আর দে পানো দুইজনই ম্যানিলা চিড়িয়াখানায় গিয়েছেন সপ্তাহের মধ্যে পশুদের দুর্ভোগের ব্যাপারে চিন্তা জানানোর পরে। | |
16 | দুই জনই লক্ষ্য করেছেন যে চিড়িয়াখানার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে দুই বছর আগের ছবিতে দেখা পরিস্থিতির তুলনায়। তবে সরকার এর পক্ষ থেকে যথেষ্ট অর্থের অভাব চিড়িয়াখানার পশু আর তাদের দেখভাল করার মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে চলেছে। | Ang与de Pano在網絡上揭发动物们的处境后,均曾实地前往动物园,两人皆指出,相较于两年前的照片,环境已有改进,但因为缺乏政府资助,动物和管理员依然过得很辛苦。 |