Sentence alignment for gv-ben-20090503-2660.xml (html) - gv-zhs-20090504-2518.xml (html)

#benzhs
1ম্যাসেডোনিয়া: সাকুরা উদযাপন একটা প্রথা হয়ে গেছে马其顿:庆祝樱花节成传统
2গত ২৫শে এপ্রিল ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে জাপানী সংস্কৃতির পরিচায়ক বার্ষিক চেরী ফুলের উৎসব সাকুরা অনুষ্ঠিত হয়েছিল। গত বছরের তুলনায় এবারে এটি একটু দেরিতে উদযাপিত হয়েছে কারন কর্তৃপক্ষ চায়নি দুসপ্তাহ আগে অনুষ্ঠিত ক্যাথোলিক আর অর্থডক্সদের ঈস্টার ছুটির সাথে এটি মিলে যায়।日本文化每年都会庆祝樱花盛放,樱花节也于4月25日在马其顿首都史高比耶(Skopje)举行,今年举办日期较去年稍晚,因为前两个周末是天主教及东正教的复活节活动,主办单位不希望活动重叠。
3ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে ওরিগামি কর্মশালা। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।马其顿樱花节中的摺纸艺术课程,照片来自Irena Efremovska
4গত বছরে এই যে নতুন প্রথা স্থাপন করা হয়েছে তা অনুসরণ করে বি তার ব্লগে একটা দৃষ্টিনন্দন গ্রাফিক ব্যবহার করে ঘোষনা করেছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়] এই অনুষ্ঠান। আর বেশ কয়েকজন ব্লগার, যেমন ভোলান আর রাজভিগোর কথাটা ছড়িয়ে দিয়েছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়]।延续自去年建立的传统,Bi在博客上张贴美丽图片宣布活动内容,Volan及Razvigor等博客都不断转贴讯息;马其顿最大博客平台Blogeraj在首页上公告活动,并借用Volan一张旧照片;Agnes也以自己的方式介绍活动,在活动几天前张贴一首名为「樱花」的诗作。
5ম্যাসেডোনিয়ার প্রথম সারির ব্লগিং প্লাটফর্ম ব্লগেরাজের প্রথম পাতার সম্পাদক এই অনুষ্ঠান ঘোষণা করেছেন [ম্যাসেডোনিয়ান ভাষায়] ভোলানের পুরানো একটা ছবি পুনর্ব্যবহার করে।
6এর সাথে বেশ কয়েকদিন আগে আগ্নেস তার নিজের মতো করে ভূমিকা দিয়েছেন সাকুরা নামে একটা কবিতা দিয়ে।马其顿樱花节里表演空手道的孩童,照片来自Irena Efremovska
7বাচ্চারা কারাতে কাতা দেখাচ্ছে ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে সাকুরা উদযাপনের সময়ে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।活动由马其顿剑道-居合道协会及武士道场主办,并获史高比耶市政府支持,活动内容包括武术表演及摺纸工作坊。
8সামুরাই দোজোর সহোযোগিতায় আর স্কপইয়ে শহরের সমর্থনে কেন্দো-ইয়াদো ফেডারেশন অফ ম্যাসেডোনিয়া এর অনুষ্ঠানমালা সাজান যার মধ্যে ছিল মার্শাল আর্ট কাতা আর একটা অরিগামি কর্মশালা।
9ব্লগার যারা উৎসব এ যোগ দিয়েছিলেন তারা মূলত ফটো-গ্যালারি বা ফটো-এসেতে ছবি প্রকাশ করেছেন।博客前往活动后,大多张贴照片集或图文,Volan运用个人博客进行非官方活动记录,他甚至因自己晚到而减少照片数而致歉。
10ভোলান, যিনি নিজের ব্লগ ব্যবহার করেন জনগণের জন্য ধারাভাষ্য দিতে, ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছেন কম ছবি দেয়ার জন্য যেহেতু তিনি একটু দেরিতে পৌঁছেছেন।
11জোরিভ, আর একজন বয়স্ক ব্লগার, অলস এক শনিবারে স্কোপজে কেন্দ্র দিয়ে হেঁটে যাওয়া নিয়ে তার রিপোর্টের অংশ হিসাবে সাকুরার ছবি প্রকাশ করেছেন।另一位年长博客Zoriv在星期六漫步首都市中心所见记录中,也包括樱花节相关照片,他对比本地及外国的建筑及文化特色。
12তিনি স্থানীয় স্থাপত্য আর সাংস্কৃতিক দিকের সাথে বিদেশের একই জিনিষের তুলনা করেন। জাপান@এমকে ব্লগের ঘোষণা অনুযায়ী সিকে সাংস্কৃতিক কেন্দ্রে ভিতরের সাকুরা উদযাপন এপ্রিল ৩০ এর সন্ধ্যা পর্যন্ত চলেছে।据Japan@Mk blog指出,樱花节活动一路延续至4月30日晚间,将在CK文化中心举办室内活动,如日本音乐、俳句朗诵、漫画展览、动画电影播放等。
13অনুষ্ঠানের মধ্যে ছিল জাপানি বাজনা, হাইকু আবৃত্তি, মাঙ্গা আর্ট প্রদর্শনী, আর এনাইম চলচ্চিত্র প্রদর্শনী।樱花节参加民众准备返家,照片来自Irena Efremovska
14সাকুরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করছে। ছবি: ইরিনা ইফ্রেমভস্কার সৌজন্যে।校对:dreamf