Sentence alignment for gv-ben-20080713-1058.xml (html) - gv-zhs-20080718-1211.xml (html)

#benzhs
1বসনিয়া এবং হার্জেগোভিনা: স্রেব্রেনিচা বার্ষিকী波赫:大屠杀纪念日
2গতকাল, জুলাই ১১ তারিখে, বসনিয়া এবং হার্জেগোভিনা স্রেব্রেনিচা হত্যযজ্ঞের ১৩তম বার্ষিকী উদযাপন করল। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর একে অত্র অঞ্চলের মুসলমানদের উপর গণহত্যা বলে অভিহিত করেছে।7月11日,波斯尼亚与黑塞哥维那纪念13年前发生的瑟布雷尼卡屠杀事件,荷兰海牙国际法庭已于2007年,确认此事为对当地穆斯林的种族灭绝行动。
3ব্লগ বসনিয়া নিউজ জানাচ্ছে যে নতুন ভাবে ৩০৭ জন গণহত্যার শিকারদের দেহাবশেষ আবিস্কৃত হবার পর তাদের স্রেব্রেনিচার অদুরে পতোকারী মেমোরিয়াল সেন্টারে এক স্মরণ অনুষ্ঠানের পর সমাহিত করা হয়।
4সেখানে আরও ৩০০০ গণহত্যার শিকারের কবর রয়েছে।图片由Kitestramrt拍摄,依据创用CC授权使用
5এই ৩০৭ জন (১৫ থেকে ৮৪ বছর বয়সী) গণহত্যার শিকারদের দেহাবশেষ ১৯৯২-১৯৯৫ সালে বসনিয়ায় সার্বিয়ানদের আক্রমনের পর বিভিন্ন গণকবর থেকে উদ্ধার করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে।Bosnia News博客指出,新确认身分的307具罹难者遗体已经下葬,纪念仪式于瑟布雷尼卡附近的Potočari纪念中心举行,先前已有超过3000名死者葬于同处:
6শোক প্রকাশকারী সমবেত লোকদের জন্যে প্রার্থণার নেতৃত্ব দেয়া ধর্মীয় নেতা ও বসনিয়ান ইসলামিক সমাজের প্রধাণ রেইসুল উলেমা মুসতাফা এফ ইউরোপীয়ান পার্লামেন্টের কাছে আবেদন করেছেন যে জুলাই ১১ তারিখকে সারা বিশ্ব জুড়ে স্মরণ করার সিদ্ধান্ত নেবার জন্যে।
7ইয়াকিমাগুলাগলিটারেরীগ্যাজেট এই দিনটির কথা তার ব্লগে লিখেছেন: হাসান নুহানোভিচ টিভিতে বেশ কয়েকবার এসেছেন।经过DNA分析比对,307位挖掘出的受难者年龄介于15岁至84岁,他们在1992年至1995年塞尔维亚入侵波斯尼亚的时候被丢入乱葬岗。
8সে আমার প্রতিবেশীও ছিল এবং তাই প্রায়ই বাসে তার সাথে দেখা হতো। সে তার ছেলে ও স্বামীকে এই গণহত্যার ফলে হারায়।带领哀悼者祈祷后,波斯尼亚伊斯兰社群领袖Reisu-l-ulema Mustafa Ef. Ceric呼吁欧洲议会,将7月11日列为全欧洲共同的纪念日。
9আমি জানতাম এই মহিলার চেহারা খুবই পরিচিত।YakimaGulagLiteraryGazett也提到这一天:
10তাকে গত কাল প্রচারিত “কবর থকে কান্না” ও অন্যান্য ডকুমেন্টারীতে দেখিয়েছিল।
11আজ এই গণহত্যায় নিহতদের জন্যে একটি সরকারী স্মরণ দিবস। অনেক ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে স্রেব্রেনিচা গণহত্যা স্মরণের জন্যে, যেমন ‘ইতিহাস থেকে শেখ: বসনিয়ান গণহত্যা স্মরণ' (৬,৬০০ সদস্য) অথবা স্রেব্রেনিচার ১১.Hasan Nuhanović曾上电视好几次,我和她是邻居,住的很近,近到平常会搭同班公交车,她的丈夫与儿子在大屠杀中丧生,儿子名叫Nermin,我觉得她的脸很面熟,在昨晚播出的「墓地悲泣」等记录片中,都看得到她的身影。
12০৭.১৯৯৫ এর ঘটনা কখনও ভুলনা (৪,২০০ সদস্য)।今天是官方纪念大屠杀受难者的哀悼日。
13গতকাল, এই স্যোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে একটি অনলাইন স্মরণ উদ্যোগও অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ফেসবুক গ্রুপ ১৯৯৯ সালের জনপ্রিয় বিবিসি ডকুমেন্টারী ‘কবর থেকে কান্না‘র সব কয়টি পর্বের লিন্ক তুলে ধরে (প্রথম পর্ব এখানে দেখুন)।多个Facebook群组都为纪念这起事件,例如「以史为镜:记忆波斯尼亚屠杀」(成员超过6600人)、「切莫遗忘1995年7月11日瑟雷布尼卡」(成员超过4200人)等,7月11日还有人在Facebook上举行网上追思会。
14বসনা মুসলিম- মিডিয়া ব্লগ পরবর্তীতে প্রচারিত ‘নেভার এগেইন‘ নামের একটি চলচ্চিত্র দেখার অনুরোধ করছে এবং এর একটি ভিডিওরও লিন্ক দিয়েছে: এই দ্বিতীয় চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে দেখানোর জন্যে যে গণহত্যার পরবর্তী দিন গুলোতে কি ঘটেছে।头一个Facebook群组中,提供英国广播公司在1999年的记录片「墓地悲泣」的11个段落,第一段请见此;Bosna Muslim - Media博客则推荐之后拍摄的影片「别再重演」,同时也提供影片连结:
15যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের জন্যে কোন কিছু কি করা হয়েছে?第二部影片的拍摄用意,是为评价大屠杀事件后发生的事情,受难者家属有无获得任何赔偿?
16কিছূ অপরাধীদেরকে বিচারের সম্মুখীন কি করা সম্ভব হয়েছে?有没有可能让加害者受法律制裁?
17বিশ্ব কি ১৯৪৫ সালের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের) পর ইউরোপে সংঘটিত সবচেয়ে মারাত্মক হত্যাযজ্ঞকে স্মরণ করার জন্যে কোন ভুমিকা নিয়েছে?全世界是否愿意记住,这场1945年后欧洲最可怕的悲剧?
18প্রায় একমাস আগে গণহত্যার শিকারদের ৬০০০ আত্মীয়দের নিয়ে ‘মাদার্স অফ স্রেব্রেনিচা' নামক সংগঠনটি নেদারল্যান্ড এবং জাতিসংঘের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে।
19তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বসনিয়ান-সার্ব সেনাবাহিনী কর্তৃক ৮০০০ বসনিয়ানের হত্যাযজ্ঞ রুখতে ব্যর্থ হয়েছে। স্রেব্রেনিচা হত্যাযজ্ঞের বার্ষিকির এক দিন আগে, ডাচ কোর্ট ঘোষণা করে যে এই কেস শোনার জন্যে তাদের কোন জুরিস্ডিকশন নেই কারন জাতিসঙ্ঘ ইমিউনিটির আওতায় রয়েছে।「瑟雷布尼卡母亲」这个组织由6000位受害人家属组成,大约一个月前向民事法庭控告荷兰与联合国,指控他们未能阻止塞尔维亚裔民众屠杀约8000名波斯尼亚裔人民,在纪念日前一天,荷兰法院裁决无权受理本案,因为联合国受豁免权保障,尽管如此,就如East Ethnia博客的Eric Gordy表示:「联合国应该保护的人民并没有获得任何保护」,不过控告荷兰政府的听证会将于九月举行。
20যদিও পূর্ব এথনিয়ার এরিক গোর্দি বলেছেন “জাতিসঙ্ঘের কর্মীদের দায়িত্ব ছিল যাদের রক্ষার কেউ ছিল না তাদের রক্ষা করা”।Samaha对裁决的看法是:
21ডাচ সরকারের বিরুদ্ধে হিয়ারিং অবশ্য সেপ্টেম্বারে অনুষ্ঠিত হবে।像联合国这样的组织,纵然违背自己的宪章都不需负责,又有谁能保证他们会落实宪章条文?
22এই রুলিং সম্পর্কে ব্লগ সামাহা মন্তব্য করেছেন:若会员国利用联合国的豁免权做挡箭牌,又怎能确保联合国部队在冲突时公正无私?
23জাতিসঙ্ঘের মত প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কনভেনশনগুলো ভঙ্গের দায়ে যদি জবাবদীহিতা করা না যায় তাহলে তারা তা অন্য দেশের উপর সেগুলো চাপাতে পারবে এই নিশ্চয়তা কে দেবে?如果此例一开,证明联合国无力也不愿扮演应尽角色,又怎么能避免另一次大屠杀发生?
24যদি সদস্য দেশগুলো জাতিসঙ্ঘের ইমিউনিটিকে তাদের ব্যার্থতা ঢাকতে ব্যবহার করে তাহলে কি করে নিশ্চিত হওয়া যাবে যে শান্তিরক্ষা বাহিনী সংঘর্ষে কি করে পক্ষপাতিত্বহীন থাকবে?
25জাতিসঙ্ঘ যখন তার ম্যান্ডেট পূরণে নিরাশ হয় বা অনিচ্ছা প্রকাশ করে তাহলে এই উদাহরণ কি করে অন্যান্য গণহত্যা ঘটানো রুখবে?校对:Portnoy