Sentence alignment for gv-ben-20080903-1186.xml (html) - gv-zhs-20080912-1340.xml (html)

#benzhs
1সুইডেন: রমজান নিয়ে একটি সংবাদপত্রের ব্লগ瑞典:报社成立斋戒月博客
2যেহেতু মুসলমানদের রমজান মাস এবং দৈনিক উপবাস ভাঙ্গার রীতি ইফতার কাছে চলে এসেছে, সুইডিশ সমাজ চিন্তা করছে যে “নতুন সুইডিশদের” এই ঐতিহ্যের সাথে কি করে দ্রুত মানিয়ে নেয়া যায়।
3তারা মুসলমান ছুটির দিনগুলোকে উদযাপন এবং নিজেদের মত করে যায়গা করে দেয়ার চেষ্টা করছে।随着伊斯兰教斋戒月开始,瑞典社会正思索该如何接纳这些「新瑞典人」的传统,也努力想参与庆祝穆斯林的节日。
4সুইডেনের দ্বিতীয় বৃহৎ দৈনিক, সোয়েন্সকা ডাগব্লাডেট একটি রমজান ব্লগ চালু করেছে (সুইডিশ ভাষায়) যেখানে তিনজন ধার্মিক মুসলিম ব্লগার - একজন পুলিশ, একজন ছাত্র এবং একজন আইনজীবি এই পবিত্র মাস জুড়ে তাদের জীবনযাত্রা সম্বন্ধে সবাইকে জানাবেন।瑞典第二大日报《Svenska Dagbladet》推出「斋戒月博客」[瑞典文],三位穆斯林博客的职业分别为警员、学生与律师,他们每天在博客上记录斋戒月的生活,主题遍及日常起伏,希望能忠实呈现穆斯林在今日瑞典社会的样貌。
5এর বিষয়বস্তু হাল্কা থেকে গভীরে যাবে যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হবে যে সুইডেনের সমাজে একজন মুসলমানের বর্তমান অবস্থান কি।这些博客通常在他们的社群「旁观者之眼」(Betraktarens Öga)里写作。
6এই ব্লগাররা তাদের নিজস্ব গ্রুপ ব্লগ বেত্রাকটারেন্স ওগা: “যার চোখে যেমন” এ সচরাচর লিখে থাকেন।伊斯兰教与瑞典社会之间关系紧张,有些人认为,瑞典境内之所以有伊斯兰节庆,不是因为瑞典人向来自豪的社会宽容,而是因为有利可图,大型食品连锁店现在都推出符合伊斯兰教义或其它宗教原则的肉品,这股趋势也逐渐遍及其它行业,以满足瑞典国内人数日增的穆斯林消费者。
7সুইডিশ সমাজ আর মুসলমানদের সম্পর্ক নিষ্কন্টক নয়।Cherin Awad便对总理前往符合伊斯兰教义的屠宰场有所评论[瑞典文]:
8এটি নিয়ে বিতর্ক হতে পারে যে সুইডেনে মুসলমানদের উৎসবগুলো হচ্ছে বানিজ্যিক কারনে না সত্যিই সুইডিশ সমাজের অন্য ধর্মের প্রতি সহনশীলতার কারনে (যা সুইডিশরা গর্ব করে থাকে)।
9বড় বড় খাবার দোকান এখন হালাল মাংস রাখে এবং তাদের পন্যের ক্ষেত্রে হালাল-হারামের পার্থক্য করে, এবং এই রীতি বানিজ্যের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়েছে কারন তারা সুইডেনের ক্রমবর্ধমান মুসলমান ক্রেতাদের চাহিদা পূরণে সচেষ্ট। গতকাল ব্লগার চেরিন আওয়াদ প্রধানমন্ত্রীর একটি হালাল কসাইখানা পরিদর্শনের খবর শুনে এই মন্তব্য করেছেন:看到总理昨天前往符合伊斯兰教义的屠宰场(这种屠宰场在瑞典并不多),他说伊斯兰斋戒月就像是基督教禁酒周,有人问他会不会跟着斋戒,他回答:「如果他喜欢的话就会」,真不错,穆斯林族群对保守派向来没什么信心,这样拉拢他们真聪明…总之我要向各位泄露点秘密,也许各位之后若有机会,可以试着当一天的穆斯林,跟着祈祷、斋戒、前往清真寺等,但不会强迫入教,我保证!
10“গতকাল দেখলাম আমাদের প্রধানমন্ত্রী একটি হালাল কসাইখানা পরিদর্শণে গিয়েছেন - (সুইডেনে এরকম প্রতিষ্ঠান বেশী নেই)।之后我再提供如何申请的信息,也许总理会有兴趣一同参与?
11রমজান সম্পর্কে তিনি বলেছেন যে এর সাথে খ্রীষ্টান উপবাসের মিল আছে। আর তিনি কি রোজা রাখতে পারবেন কিনা প্রশ্নের উত্তরে বলেছেন “যদি আমাকে করতে হত…” ভালই।其它博客所讨论的话题包括,一名瑞典穆斯林学生研究人权后的感想,并提到在关达那摩港(Guantánamo)的囚犯毫无人权可言;还有人提供能量饮料食谱,帮助人们度过斋戒月。
12এটি হয়ত রক্ষণশীল দলের উপর আস্থা না রাখা দলকে কিছুটা খুশী করা, রাজনৈতিক কিছু প্রাপ্তির জন্যে। সাধু।斋戒月相关话题遍及生活各个面向,所以瑞典人或许能一点一点有所了解。
13(..) যা হোক আমার তোমাদের কিছু বলার আছে যে পরবর্তীতে হয়ত (এই ব্লগের) পাঠকদদের সুযোগ দেয়া হবে একদিনের জন্যে মুসলমান হয়ে সব রোজা, প্রার্থণা করা এবং মসজিদে যাওয়ার।
14কিন্তু কোন জোরপূর্বক ধর্মান্তর নয়। ও আল্লাহ, আমি প্রতিজ্ঞা করছি!而瑞典博客对斋戒月的反应,是否和这个月的气氛相符?
15কি করে অংশগ্রহণ করতে পারবে তা পরে জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের সাথে যোগ দেবেন কি?其中多数人沉默以对,但也不是完全沉默…
16ব্লগারদের লেখা অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে মানবাধিকার বিষয়ে অধ্যয়নরত একজন সুইডিশ মুসলমান ছাত্রের গুয়ানতানামোর বন্দীদের (যাদের মানবাধিকার হরন করা হয়েছে) সম্পর্কে চিন্তাধারা, আরও রয়েছে একটি সন্জীবনী পানীয়ের প্রস্তুতপ্রনালী, রোজার দিনে সতেজ থাকার জন্যে।
17তাদের বিষয়বস্তু রমজান মাসের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে যাতে shwei, shwei -আস্তে আস্তে সুইডিশরা একে বুঝতে পারে। তবে সুইডিশ ব্লগারদের প্রতিক্রিয়া কি এই সময়কার উপযোগী ক্ষমার দৃষ্টিপূর্ণ?Homan Anwari och Semus(SEMUS意为「瑞典政教分离穆斯林」)和Mötesplatsen Fred等博客都乐见报社成立斋戒月博客,Jan Kallberg则抨击这项计划,认为此举等同容许右翼基督教传道会信徒,介入向来政教分离的瑞典媒体圈。
18তারা বাহ্যিকভাবে এ নিয়ে নিরব।这只是暴风雨前的宁静吗?
19তবে একেবারে নিরব না..也许吧…
20হোমান আনওয়ারী ওচ সেমুস (সেমুস মানে সুইডেনে সেকুল্যার মুসলমান) এর ব্লগাররা এই নতুন রমজান ব্লগকে স্বাগত জানিয়েছেন এবং মটেসপ্লাটসেন ফ্রেড একে শান্তির মিলনস্থল বলেছেন।
21তবে ইয়ান কালবার্গ বিষয়টিকে উসকে দিয়েছেন এই বলে যে এ যেন ডানপন্থী খ্রীষ্টান ইভাঙ্গেলিস্টদের গতানুগতিক সেক্যুলার সুইডিশ প্রচার মাধ্যমে পাত্তা দেয়া।若依据民调与大众对极右派政党的支持,瑞典境内的偏执与仇外情绪显然正在高涨,不过「斋戒月博客」才刚成立,新月也刚要升起,还有很多可能的事会发生。
22এটি কি ঝড় ওঠার আগের শুনশান নিরবতা? হয়ত…记录瑞典境内斋戒月的真实面貌后,真会改变本地人与社会对伊斯兰教的看法吗?
23যদি সাম্প্রতিক ওপিনিওন পোল এবং ডানপন্থী দলগুলোর প্রতি জনগণের সমর্থনের বিষয়গুলি আমলে নেয়া হয় তাহলে বলা যায় অসহিষ্ঞুতা ও বিদেশী বিদ্বেষ সুইডেনে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রমজানের চাঁদ দেখা যাওয়ার পর গতকালই মাত্র রমজান ব্লগ শুরু হল, এই চাঁদের বয়সকালেই অনেক কিছু ঘটে যেতে পারে।恐怕还很难断言…,不过能确定的是,瑞典人还要很久之后,才能学会说斋戒月来临的祝词:Atyab at-tihani bi-munasabat hulul shahru Ramadan al-Mubarak。
24সুইডিশ সমাজে রমজান সম্পর্কে ব্লগটি কি “আদি সুইডিশদের” ইসলাম সম্পর্কে ধারণা পাল্টাবে?
25এটি বলা কঠিন.. তবে একটি বিষয় নিশ্চিত।校对:nairobi
26এখনও অনেক যুগ বাকী সুইডিশদের এটি বলার জন্যে “আতিয়াব আত-তিহানি বি মুনাসাবাত হুলুর শাহরু রমাদান আল মুবারাক” (রমজান মাস উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন)।