Sentence alignment for gv-ben-20120429-25844.xml (html) - gv-zhs-20120601-11055.xml (html)

#benzhs
1বাংলাদেশঃ নাগরিক কণ্ঠ, সরকারি সেবার নজরদারীতে নিয়োজিত এক নাগরিক পর্যবেক্ষক孟加拉:公民之声,公共服务的监督者
2উন্নয়নশীল জাতির মাঝে যখন ইন্টারনেট সংযোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে, এই বাস্তবতায় সামাজিক কর্মকাণ্ড এবং সচেতনতা তৈরীতে প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে।随着发展中国家网际網絡的发达,科技在社会活动以及意识提升上开始发挥重要的角色。 尽管在一些国家,如孟加拉,网际網絡的使用依旧有限,但是使用资讯与通讯科技(ICT)来执行计划解决社会问题指日可待。
3公民之声(Citizen's Voice, Nagorikkontho.org)是人口服务和培训中心(Population Services and Training Center)推出的计划之一,使孟加拉大众的声音能被听见,特别是针对公共服务的意见回馈。
4যদিও বাংলাদেশের মত একটি রাষ্ট্রে নাগরিকদের ইন্টারনেটে প্রবেশের সুযোগ সামান্য, তবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোন সামাজিক সমস্যা সমাধানের মত এক প্রকল্প গ্রহণের উদ্যোগ বেশ প্রতিশ্রুতিশীল।该平台支援孟加拉语和英语,以便所有用户和技术平台都能使用(手机简讯至今仍不支援孟加拉字体)。 孟加拉政府近期于公民宪章中定义服务项目。
5নাগরিক কণ্ঠ (নাগরিককন্ঠ.记录这些服务的意见回馈有助于评估服务的品质。
6অর্গ) এ রকমই এক প্রকল্প, যা কিনা পপুলেশন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার-এর (পিএসটিসি) মাধ্যমে যাত্রা শুরু করেছে, বাংলাদেশী নাগরিকদের কণ্ঠস্বরকে তুলে ধরার মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য।公民之声 - www.nagorikkontho.org/
7এই প্লাটফর্ম বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় কাজ করে, এই প্লাটফর্মে যাতে সকল প্রকার ব্যবহারকারী এবং সকল প্রকার প্রযুক্তি কাজ করে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে (সকল প্রকার মোবাইল বাংলা ফন্ট এখনো সহজলভ্য নয়)।公民之声相信这将能够提升服务的品质标准,并且建立起一般大众和政府当局的沟通桥梁: “如果公众能够意识到他们在公民宪章中不可剥夺的权利,他们便能了解自己的需求及政府当局的表现。
8বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলো সম্প্রতি তাদের নাগরিক সনদে, সেবা প্রদানের বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে।如此他们便能监督以确认得到应有的服务,并且能对民间团体及相关的政府当局提出意见。这能够改善公共设施及提升生活状况。”
9এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজের মানের মূল্যায়নের জন্য নথিভুক্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ।不应该被堆置在停车位的砖块。
10নাগরিকদের কণ্ঠ - www.nagorikkontho.org/取自公民之声。
11“রাষ্ট্রীয় নাগরিক সনদে যে অধিকার লেখা, যদি একজন সাধারণ নাগরিক সে বিষয়ে সচেতন হয়, তাহলে তারা চাহিদা এবং সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মদক্ষতার মানের বিষয়ে উপলব্ধি করতে পারবে।该网站使用Ushahidi平台,报告内容举出政府机构的违规行为。
12আর এর মাধ্যমে নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবার বিষয়ে পর্যবেক্ষণ করতে পারবে এবং সুশীল সমাজ এবং সুনিদিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারবে।该网站成为违规行为的监督者,媒体也可以用以追踪议题。
13এই পর্যবেক্ষণ ব্যবস্থা, নাগরিক সুবিধাদি এবং তাদের জীবন যাত্রার মান উন্নয়নে আরো সাহায্য করবে। ”以Panchagah女子学院的相关报告为一例。
14গাড়ি পার্কিং-এর জায়গায় একটি ইটের স্তুপ, যা সেখানে হবার কথা নয়, নাগরিক কণ্ঠ থেকে নেওয়া।该学院入学学费超收,为政府认可的两倍。
15যখন নাগরিক কণ্ঠ এই ঘটনার উপর একটি সংবাদ প্রদান করে, তখন বিষয়টি প্রচার মাধ্যমের নজরে আসে এবং শিক্ষা বোর্ড কলেজ কর্তৃপক্ষকে নতুন করে ভর্তি ফি নির্ধারণ করার নির্দেশ প্রদান করে।公民之声报导后受到了媒体的关注,学院受教育单位勒令修改其费用。
16কি ভাবে ডিজিটাল সংবাদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, যার মধ্যে দিয়ে কোন এলাকার বিশেষ ঘটনার উপর প্রভাব তৈরী করা সম্ভব, এটি তার এক অন্যতম উদাহরণ।这一例子说明了发布在网站上看似简单的数位报告实际上足以造成真实的影响力。
17সাধারণ মানুষ যাতে এই সমস্ত সুবিধা গ্রহণ করতে পারে, সেই জন্য এসএমএস, ইমেইল অথবা ওয়েবের মাধ্যমে এখানে সংবাদ প্রদান করা সম্ভব।为了使大众能够易于使用,报告可以透过简讯、电子信件、网页模式发布。
18এই সাইটের উপরের দিকে একগাদা প্রশ্নের একটি তালিকা রয়েছে, যেগুলো সাধারণ সেবা পাওয়ার বিষয়ে- যেমন স্বাস্থ্যসেবা সুবিধা, অবৈতনিক শিক্ষা, এবং এ রকম।网站页首列出一些问题,关于一般服务的可用性,如使用卫生设施、免费教育等。
19নাগরিক কণ্ঠ বলে “ যদি এই সেবাসমূহ না পাওয়া যায়, তাহলে দয়া করে সংবাদ পাঠান।并且注明“如果没有,请回报。”
20এখানে ভিডিও, ছবি অথবা ব্লগ পোস্ট-এর আকারেও সংবাদ পাঠানো যাবে।报告也可以用影片、照片、博客 文章形式提交。
21ওয়েব সাইটে রাখা ইউটিউবের মা'দিয়ান-এর একটি ভিডিওতে রয়েছে, যেটিতে ঢাকা-বান্দরবানের ব্যস্ত মহাসড়কে বাসচলাচল এবং কিভাবে আগে পৌঁছানোর জন্য বাসের চালকরা ট্রাফিক আইন লঙ্ঘন করছে, সেই দৃশ্য প্রদর্শিত হচ্ছে।该网站上有一则maaDiyan在YouTube发布的影片,摄于达卡和班达尔班之间“孟加拉最繁忙的高速公路”,影片记录公车司机如何不 遵守交通规则以求快速前进。
22বান্দরবান থেকে ঢাকায় ফিরে যাবার জন্য আমরা একটা বাসে উঠলাম।我们从班达尔班搭巴士回达卡。
23যতদুর মনে পড়ে তারিখটা ছিল ১০ সেপ্টেম্বর ২০১১।我想应该是在2011年9月10日。
24গাড়িতে উঠার সময় আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, বাংলাদেশের মহাসড়কে চালকদের গাড়ি চালনায় কোন পরিবর্তন এসেছে কিনা, বিশেষ করে যখন নিরাপদ সড়ক নিয়ে অনেক কিছু হয়েছে।我当时在想,经过那么多道路安全事件后,人们在孟加拉高速公路上的驾驶态度是否有了改变。
25আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, এই সমস্ত চালকেরা আসলে উন্মাদ।我得到了答案。
26রাস্তায় যথেষ্ট ট্রাফ্রিক সাইন ছিল, তবে আমার সন্দেহ যে এই সমস্ত বাস চালকরা মনে করে যে এগুলো কেবল রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য রাখা।这些司机简直是疯了。 路上有够多的交通号志了,我怀疑这些公车司机认为这些标志只是装饰用途。
27এই ভাবে নাগরিক কণ্ঠ প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে এক গণতান্ত্রিক স্থান তৈরীর চেষ্টা করছে।利用这些方法,公民之声借助科技提供了一个民主的互动空间给服务提供者和接受者。