# | ben | zhs |
---|
1 | সৌদি আরববাসী এবং তাদের গাড়ী | 沙乌地阿拉伯:“爱车大改造” |
2 | গাড়ীর ডিজাইন অতিমাত্রায় পরিবর্তন করে সাজানো, ভয়ন্কর স্টাইলের গাড়ীর রেইস আর দৃষ্টি আকর্ষণ করার ব্যাপক ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি মতো কাজ হচ্ছে সৌদি আরবের হাইওয়েতে। | 精心改造的轿车、惊险万分的甩尾竞速、令人费解的高速公路危险特技,以下片段来自沙乌地阿拉伯: |
3 | রেবেলিউয়াস আরব গার্ল এর মোনা তার শুধুমাত্র সৌদি আরব নামক লেখায় ইউটিউব থেকে এই আতঙ্কজনক স্টান্টের উল্লেখ করেছে যেখানে একদল আরব তাদের চলন্ত গাড়ীর পাশে স্যান্ডাল পায়ে স্কেট করছে: | “叛逆阿拉伯女孩”(Rebellious Arab Girl) 的梦娜 (Mona) 写了一篇 只在沙乌地阿拉伯才见得到,她将YouTube 网站找到的惊险特技影片放在这篇文章中。 |
4 | ভয়ঙ্কর স্টান্ট এর ক্ষেত্রে সাউদি২কে৬বয় দেখিয়েছে বন্ধ রাস্তা আর হাইওয়েতে সৌদি তরুণরা অন্যান্য সাধারণ গাড়ী চালকের মাঝে তাদের গাড়ীর ডিফটিং (পিছলে যাওয়া) স্টান্ট দেখাচ্ছে। | 在危险特技方面,Saudi2k6Boy 带我们前往见识 沙国少年们如何在封闭道路及高速公路上尬车甩尾。 |
5 | ক্যাপ্টিভ ১০৭ দেখিয়েছেন যে একজন সৌদি জানালা দিয়ে বেরিয়ে আসছে, গাড়ীর ছাদে হাঁটছে, ছাদ খুলে ট্রাঙ্ক পর্যন্ত গিয়ে ঢুকছে, এ সবই গাড়ী চলন্ত অবস্থায়। | Captive107则让我们瞧瞧,有一个沙国男子爬出车窗,接着走到引擎盖上,掀开引擎盖,然后再一路爬到后车厢,这些动作全都在车辆行进中进行。 |
6 | পরিশেষে সৌদি ধাঁচে বিবর্তিত একটি গাড়ী, যেখানে সামনের দরজা উপরর দিকে উঠে যায়, পিছনের দরজা পিছনের দিকে খুলে যায়, ট্রাঙ্ক পাশে খোলে আর একটা দরজা তার অক্ষের উপর ঘোরে। | 最后则是一辆 “沙乌地阿拉伯风格”的改造轿车。 |
7 | উপরের ছবি: এভল্যুশন পাওয়ারবুকট্রান্স এর সৌজন্যে | 改造部份包括:上掀式车门、向车尾方向掀开的后车门、朝一边倾斜开启的后车厢、可以依轴心旋转的车门。 |