Sentence alignment for gv-ben-20110428-17169.xml (html) - gv-zhs-20110428-8800.xml (html)

#benzhs
1মিসর: সিরিয়ার পক্ষে প্রতিবাদ এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর বিশেষ কাভারেজের অংশ埃及:为叙利亚抗争
2সিরীয় দূতাবাসের সামনে আজকের একজন বিক্ষোভকারী। ছবি হোসাম এল হামালায়ি叙利亚大使馆前的抗议民众,照片由Hossam El Hamalawy拍摄
3একজন বিক্ষোভকারীকে হত্যার প্রতিবাদ জানাতে কায়রোতে সিরীয় দূতাবাসের বাইরে সিরীয় ছাত্রদের প্রতিবাদে বেশ কিছু সংখ্যক মিসরীয় অংশগ্রহণ করে। সমাবেশ থেকে বাশার আল আসাদের শাসনামলের অবসানের আহ্বান জানানো হয়।大批埃及民众加入叙利亚学生的行列,群聚在叙利亚驻开罗大使馆前,除了抗议政府杀害示威民众,亦要求叙利亚总理阿萨德(Bashar Al Assad)下台,抗议人群激动声援叙利亚人民,也为罹难者祈祷。
4মিসরীয় বিক্ষোভকারীগণ সিরীয় বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং বিক্ষোভে অংশ নিয়ে যারা জীবন দিয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করেন।
5বিক্ষোভে অংশ নেওয়া লিলিয়ান ওয়াগদি টুইট করেন: কেবল বাড়ি ফিরে এলাম।Lilian Wagdy出席抗议后提到:
6#সিরীয় দূতাবাসের সামনে @ আজকের মিছিলকারীদের উদ্যমের প্রতি ভালবাসা। এটা ছিল ভয়হীন এবং ঐক্যবদ্ধতার পরিবেশ পুনরুজ্জীবিত।我刚返家,深爱叙利亚使馆前的示威集会精神,人们勇敢无畏,充满团结气氛。
7অন্য একটি টু্ইটে তিনি বলেন:她在另一则讯息表示:
8এখানে ৩০০ জন মানুষ, সমান সংখ্যক সিরীয় ও মিসরীয়, আমি বলতে চাই #মিসরের #সিরীয় দূতাবাসের সামনে现场300人之中,依我判断,叙利亚民众与埃及民众各半。
9জেইনোবিয়া সিরীয় দূতাবাসের বাইরে ছিলেন। তিনি এ ক্লিপ টি প্রকাশ করেন যাতে দেখা যায় কায়রোতে সিরীয় ছাত্ররা চিৎকার করছে(আরবি): “ভাগো!Zeinobia人在叙利亚使馆外,拍摄到叙利亚学生在开罗大喊,“阿萨德,快离开!”
10ভাগো! বাশার!”Zeinobia在Twitter网站指出:
11কায়রোতে সিরীয় দূতাবাসের সামনে আজকের বিক্ষোভকারী।我很高兴今天能参与在开罗的叙利亚抗争。
12ছবি হোসাম এল হামালায়ি এর সৌজন্যে টুইটারে জেইনোবিয়া বলেন:也在现场的Meena Mohy提到:
13আজ কায়রোতে সিরীয় বিক্ষোভের বিষয়ে আমি খুব খুশী। মীনা মোহি বিক্ষোভে ছিলেন।我此刻觉得很愚蠢,大使用扩音器播放支持政府的歌曲,真的很驴!
14তিনি বলেন (আরবি ভাষায়): আমি এ মুহুর্তে অনেক নির্বুদ্ধিতা দেখতে পাচ্ছি।拍摄以上照片的Hossam El Hamalawy还有其他作品。
15রাষ্ট্রদূত বর্তমান শাসনামলের পক্ষে লাউডস্পিকারে বক্তৃতা দিচ্ছেন।
16সত্যিই তিনি আসলেএকটা গাধা! এবং বারবাওয়ে, আকা হোসাম এল হামালাওয়ী বিক্ষোভ চলাকালীন তোলা ছবিগুলো এখানে প্রকাশ করেন।Sherif Boraie在手机直播网站Bambuser上,提供叙利亚使馆前的抗争活动片段,民众高呼“一间又一间,叙利亚终将解放全民”。
17মোবাইল লাইভ স্ট্রিমিং সার্ভিস,ব্যামবুসার- এ শেরিফ বোয়ারি সিরিয় দূতাবাসের বিক্ষোভের যে ক্লিপ প্রকাশ করেন তাতে দেখা যায় বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছে (আরবি): “বাড়ি বাড়ি, সিরিয়ার সব জনগণ মুক্ত।”
18আজ সারাহ টুইট করেন : কায়রোর # লিবিয়া দূতাবাসের বিক্ষোভ।Sarrah表示:
19লিবিয়া, মিসর এবং সিরিয়ার পতাকা।
20সামরিক পুলিশ বেস্টনী, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ在开罗的利比亚使馆前抗争场合,满是利比亚、埃及、叙利亚国旗,宪兵封锁现场,道路也净空。