# | ben | zhs |
---|
1 | গাজায় সংঘটিত যু্দ্ধের উপর নির্মিত “টু শুট এন এলিফেন্ট” এর বিশ্বব্যাপি প্রদর্শন | |
2 | টু শুট এন এলিফেন্ট একটি তথ্যচিত্রের নাম। | 加萨走廊战争记录片播映 |
3 | এটি তৈরি করেছে স্প্যানিশ নাগরিক আলবার্টো এরেস এবং প্যালেস্টাইনের মোহাম্মেদ রুজাইলাহ। | |
4 | এক বছর আগে গাজায় সংঘটিত যুদ্ধের উপর এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে। | |
5 | যুদ্ধের সমাপ্তির প্রখম বছর পূর্তি উপলক্ষে এই চলচ্চিত্র মুক্তি দেওয়া। | |
6 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এই চলচ্চিত্রটিকে মুক্তি দেওয়া হয়। সারা বিশ্বে বিশেষভাবে এটিকে প্রদর্শন করা হয়। | 《射杀大象》(To Shoot An Elephant)是西班牙人Alberto Arce与巴勒斯坦人Mohammad Rujailah合拍的记录片,在一年前交战时期前往加萨走廊拍摄,为纪念战争一周年,这部影片依据创用CC授权,已在世界各地举行特别放映。 |
7 | হিশাম, মরোক্কোর এক ব্লগার। তিনি বর্তমানে ফ্রান্সে বাস করেন। | 现居法国的摩洛哥博客Hisham在the Mirror提到该片: |
8 | তিনি তার ব্লগ দি মিররে এই চলচ্চিত্র নিয়ে লিখেছেন: | |
9 | টু শুট এন এলিফেন্ট একটি তথ্যচিত্র যার নির্মাতা আলবার্টো এরেস এবং মোহাম্মদ রুজাইলাহ। | |
10 | ঠিক এক বছর আগে ইজরায়েল পরিচালিত অপারেশন কাস্টের সময়কার ঘটনা এটি। | |
11 | সে সময় ইজরায়েল অবরুদ্ধ গাজা এলাকার লোকদের বিরুদ্ধে অভিযান চালায়। ঘটনার সময় চলচ্চিত্রকার দুজন একদল বিদেশীর সাথে অবস্থান করছিল যারা প্যালেস্টাইন রেডক্রিসেন্টের এক এম্বুলেন্সে আটকা পড়ে যায়। | 《射杀大象》是Alberto Arce与Mohammad Rujailah完成的记录片,一年前,以色列对加萨走廊的巴勒斯坦民众发动「铸铅行动」(Operation Cast Lead),在21天期间,两人与一群外籍人士,都与巴勒斯坦红新月会救 护团队待在一起,攻击行动始于2008年12月27日,一直延续至2009年1月18日,无止尽的可怕轰炸,任意扫射妇孺、老人及救援人员,轰炸民用地 区、医院、救护车、学校、清真寺、联合国总部,导致超过1400名巴勒斯坦人死亡(几乎皆为平民),以色列死亡13人。 |
12 | ২১ দিন ধরে এই অভিযান চলে। | 这部影片安排在世界各地放映,以纪念攻击行动结束一周年。 |
13 | এই আক্রমণ শুরু হয় ২৭ ডিসেম্বরে ২০০৮-এ, তা শেষ হয় ১৮ জানুয়ারি, ২০০৯-এ। সে সময় বিরামহীনভাবে বোমাবর্ষণ চলছিল। | 影片标题源于小说家乔治欧威尔(George Orwell)于缅甸担任大英帝国警员时,所写下的一篇文章,他目睹帝国统治下的可怕、其中的残忍与荒谬、人类因感觉不公义而转化为仇恨,这种情绪留存至今。 |
14 | শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, উদ্ধারকর্মী সবার উপর ক্রমাগত গুলিবর্ষণ চলছে- জনসাধারণের বাসস্থান, হাসপাতাল, এম্বুলেন্স, স্কুল, মসজিদ, জাতিসংঘ সদর দপ্তর সব জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে। | |
15 | এই সব ঘটনায় ১৪০০ ফিলিস্তিনি মারা যায়। প্রায় এর সকলেই ছিল সাধারণ নাগরিক। | 影片里拍摄的社运人士,包括义大利籍的Vittorio Arrigoni(博客为Guerrilla Radio)、加拿大籍的Eva Bartlett、英国籍的Ewa Jasiewicz。 |
16 | একই সাথে ১৩ জন ইজরায়েলী সেনা নিহত হয়। | 影片也可以多个网站上观赏,在YouTube则切割成好几段,以下是第一段: |
17 | এই ঘটনা সমাপ্তির এক বছরপূর্তি উপলক্ষে সারা বিশ্বে এই চলচ্চিত্রটিকে দেখানো হয়। | |
18 | এই তথ্যচিত্রের শিরোনাম নেওয়া হয়েছে ব্রিটিশ ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখনী থেকে। | |
19 | জর্জ অরওয়েলে ব্রিটিশ শাসিত বার্মায় এক পুলিশ কমকর্তা ছিলেন। | |
20 | তিনি সাম্রাজ্যবাদী শাসনের ভয়াবহ দিকটি সরাসরি প্রত্যক্ষ করেছেন। | |
21 | উপনিবেশে যে সমস্ত খুনের ঘটনা ঘটেছিল, তিনি তার সাথে জড়িয়ে পড়েছিলেন, এ সব অন্যায়ের ক্ষেত্রে যে মানবিক অনুভূতি তৈরি হয়েছিল তা ক্রমাগত এক ঘৃণায় রূপান্তরিত হয়ে পড়ে। | |
22 | আজও সেভাবে সবকিছু চলছে। | Hisham也出席影片在巴黎播映活动: |
23 | বিদেশী যে সমস্ত এক্টিভিস্টকে এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে তাদের মধ্য রয়েছে ইতালীর নাগরিক ভিট্টরোও এরিওগনি। তিনি গেরিলা রেডিও-তে [ইতালী ভাষায়] ব্লগ করেন। | 影片给许多人重重的一巴掌,人们深受海地近来强震后 的画面撼动,但当灾害来自于人为、非法又本可避免,那种情绪又会到达另一层次,汹涌的愤怒加上不公义、无助及震惊感受,让观影经验更强烈、更投入,我原本 害怕影片会沦为死亡与苦难的大集合,也想知道影片最终是否会变得像传教,结果是一段真实、不经设定、不经修饰的记录,呈现当一般民众遭到轰炸,以及无论是 在西班牙Guernica、波兰华沙或加萨走廊,民众遭到集体惩罚时的真实情况。 |
24 | তার সাথে ছিলেন কানাডার ইভা বার্টলেট এবং ব্রিটেনের ইওয়া জেসিউইজিক। | |
25 | অনলাইনের বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রটি দেখা যাবে। | |
26 | ইউটিউবে এই চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন কিছু অংশ দেখা যাবে। এখানে প্রথম পর্বটি রয়েছে: | 虽然为了保留人性尊严,我也许会稍稍质疑,记录痛苦民众与死尸是否有限界线,不过我仍希望相信影片尊重恰好拍摄的痛苦受害者。 |
27 | এই ছবিটিকে সেকেন্ড লাইফেও প্রদর্শীত করা হচ্ছে, এটি থ্রিডি বা তৃতীয় মাত্রার এক জগৎ। | |
28 | টু শট এন এলিফেন্ট যখন প্যারিসে দেখানো হয়, সেই প্রদর্শনীতে হিশাম উপস্থিত ছিলেন: | |
29 | এই ছবি যেন মুখে থাপ্পড় মারে। | 约旦的Raghda Butros在看过影片后表示: |
30 | বির্পযস্ত এলাকার যে ছবি প্রদর্শীত হয়, তাতে লোকেরা এক গ্রহণযোগ্য আচরণ করে-হাইতির মত ভূমিকম্প বিপর্যস্ত এলাকার যে সমস্ত ছবি তাতে এই অনুভূতি হয়। | |
31 | কিন্তু আমি ধারণা করি যখন বিপর্যয় মানুষের দ্বারা সৃষ্টি হয়, তখন আবেগ এক নতুন মাত্রা লাভ করে। | |
32 | তখন তাকে বিচার করা যায় না (আদতে তা অবৈধ) এবং বলা যেতে পারে এ ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। | |
33 | উপচে পড়া এক রাগ এবং ন্যায়বিচার না পাওয়া, অসহায়ত্ব, এবং ধাক্কা খাওয়ার অনুভূতি আরো বেশি এর সাথে জড়িয়ে পড়ে এবং যুক্ত করে নেয়। | |
34 | আমি নিজে শঙ্কিত যে এই চলচ্চিত্র মৃত্যু এবং বেদনাকে নগ্নভাবে উপস্থাপন করছে। | |
35 | আমি উদ্বিগ্ন যে এই চলচ্চিত্র বদলে যাওয়া ব্যক্তিদের জন্য সততার বাণী দিয়ে না শেষ করা হয়। | |
36 | এর মধ্য যা রয়েছে তার সকল কিছু বাস্তব, তাকে নতুন করে বৈশিষ্টমণ্ডিত করা হয়নি, তাকে নতুন করে সাজানো হয়নি, এটি চাক্ষুস এক চিত্র। | |
37 | এটা বাস্তবেই ঘটে যখন সাধারণ লোকদের উপর বোমা মারা হয় বা সবাইকে শাস্তি দেওয়া হয়। | |
38 | এই ঘটনা গুয়ারনিকা, ওয়ারশ বা গাজায় একই ভাবে ঘটে। | |
39 | যদিও মানব মর্যাদা রক্ষার খাতিরে আমি এই চলচ্চিত্র নিয়ে খানিকটা দ্বিধা দেখতে পাচ্ছি, যেখানে চলচ্চিত্রের সীমানা লোকজনকে উদ্বিগ্ন করে তোলে এবং মৃতদেহরা এখানে মিথ্যা কথা বলে। | |
40 | আমি এখনো বিশ্বাস করি, যে সমস্ত লোকের এই চলচ্চিত্রায়নের সময় আঘাতের শিকার হয়েছিল, এই চলচ্চিত্র তাদের সম্মান করেছে। | |
41 | জর্ডানের রাগদাহ বুট্রোস এই চলচ্চিত্রটি দেখার পর টুইট করেছে: | |
42 | টু শুট এন এলিফেন্ট দেখলাম। সবাইকে দেখার অনুরোধ জানাবো। | 刚看完《射杀大象》,请各位自己看看,但得先准备好,因为会痛至灵魂里。 |
43 | তবে এই ছবি দেখার সময় হৃদয় শক্ত করে রাখবেন, কারণ তা আত্মাকে আঘাত করে। | |