# | ben | zhs |
---|
1 | পানি বিষয়ক বিশ্ব ব্লগিং প্রতিযোগিতা | 全球水资源议题博客竞赛 |
2 | পানির উপর মনোযোগ প্রদান করে ইউরোপিয়ান জার্নালিস্ট সেন্টার তিনমাস ব্যাপী এক আর্ন্তজাতিক ব্লগিং প্রতিযোগিতার উদ্বধোন করেছে, যার নাম দেওয়া হয়েছে থি! ঙ্ক৫ (TH! | “欧洲新闻中心”推出国际博客竞赛,名为“TH! |
3 | NK5)। ভিন্ন ভিন্ন ৪০-টি দেশের ব্লগার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে, যাদের উদ্দেশ্য চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, আর এর পুরষ্কার হচ্ছে পর্তুগালের রাজধানীতে ভ্রমণ। | NK5”,以水资源为主题,共有来自40国的博客参与选拔,优胜者能前往葡萄牙里斯本一游。 |
4 | এই বিষয়ে যেমনটা থি! | |
5 | ঙ্ক এ্যাবাউট ইট সাইট বর্ণনা করছেঃ থি! | 官方网站上说明: |
6 | ঙ্ক এ্যাবাউট ইট ধারাবাহিক এক ব্লগিং প্রতিযোগিতা, যার আয়োজক ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টার। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে পেশাদার এবং উত্সাহি সাংবদিক, এ ছাড়া বিভিন্ন প্রেক্ষাপটে নতুন প্রচার মাধ্যম যারা তৈরি করে তাদের প্রতি লক্ষ্য করে এই প্রতিযোগিতা চালু করা হয়েছে। | 这一系列比赛由欧洲新闻中心主办,欢迎专业记者、立志成为记者的民众、新媒体创作者参与,背景不拘,希望藉着这个網絡平台,报导各项即时议题,并在过程中建立国际博客社群。 |
7 | থি! ঙ্ক সময়োচিত বিষয়ের ক্ষেত্রে অনলাইনে প্লাটফর্ম তৈরি করা, এই প্রক্রিয়ার উদ্দেশ্য আর্ন্তজাতিক এক ব্লগার সম্প্রদায় স্থাপন করা। | 2009年第一届竞赛以欧洲议会选举为主题,之后历届则关心气候变迁、全球发展等全球议题。 |
8 | ২০০৯ সালের থি! | 以下是部分优胜者所撰写的热门文章: |
9 | ঙ্কের প্রথম সংস্করণটি ইউরোপীয় সংসদ নির্বাচনের উপর মনোযোগ প্রদান করেছিল, যার পরর্বতী সংস্করণগুলো বৈশ্বিক বিষয়সমূহের উপর মনোযোগ প্রদান করে, যেমন জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উন্নয়ন। | 在“常见问题:自来水或罐装水?” |
10 | এখানে কয়েকজন পুরষ্কার বিজয়ীর কিছু জনপ্রিয় এবং মৌলিক লেখা রয়েছেঃ প্রয়োজনীয় প্রশ্নঃ নলের নাকি বোতলের পানি?( | 一文中,巴西博客Diego Lobo论及水资源市场,以及个人使用瓶装水的经验。 |
11 | দি ইউজুয়াল কোশ্চেনঃ ফাসেট অর বোটল ওয়াটার?) নামক এক পোস্টে ব্রাজিলিয়ান ব্লগার ডিয়েগো লোবো পানির বাজার এবং পানির বোতল নিয়ে তার ব্যাক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলছেন ঃ | 菲律宾博客Iris Gonzales以“等等!水袋破了!” |
12 | ফিলিপাইনস থেকে আইরিস গনজালেস নামক ব্লগার; ‘দাঁড়ান! আমার পানির বোতল ভেঙ্গে গেল।‘ | 为题,以母亲观点看待水资源。 |
13 | (ওয়েট! মাই ওয়াটার ব্যাগ ব্রোক) নামক একটি পোষ্ট লিখেছে, যেখানে লেখিকা মাতৃতুল্য দৃষ্টিকোণ থেকে পানি নিয়ে আলোচনা করছেঃ | Larisa Rankovic来自塞尔维亚,撰写“多瑙河水库与共产主义终点”追溯历史,记述一座水坝如何成为反抗匈牙利政权焦点。 |
14 | সার্বিয়া থেকে লারিসা রাঙ্কোভিচ “দানিয়ুব-এর উপর বাঁধ নির্মাণ এবং সাম্যবাদের পতন ( ড্যাম অন দানিয়ুব এন্ড দি এনড অফ কমিউনিজম) নামক এক ঐতিহাসিক লেখায় একটি বাঁধের কাহিনী বলছেন, যা হাঙ্গেরির শাসন বিরোধে এক মনোযোগের বিষয়ে পরিণত হয়। | |
15 | হাঙ্গেরির ব্লগার এবং চলচ্চিত্র নির্মাতা পিটার ভাদোকজ স্পয়াঘা/তটভূমি নামক একটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছে। | 匈牙利博客兼导演Peter Vadocz上传一段短片“海滩”,希望做为“四到六岁孩童到海滩时能用上的图像字典”。 |
16 | এর নির্মাতা একে “সমুদ্রতট বিষয়ে ৪-৬ বছরের এক শিশুর জন্য একটি ছবির শব্দকোষ” হিসেবে বর্ণনা করেছেন। | 本文作者Andrea Arzaba亦参赛,在其中一篇文章内将水源拟人化,名为“假若水能说话!?”。 |