Sentence alignment for gv-ben-20110624-18305.xml (html) - gv-zhs-20110625-9416.xml (html)

#benzhs
1ক্রোয়েশীয়াঃ ইউরোপীয়-ইউনিয়নের সদস্যপদ অনুমোদন আইসিটিওয়াই-এর রায় ঘোষণরা দিনে ইইউ-বিরোধী বিক্ষোভ।克罗埃西亚:离加入欧盟又进一步
2ছবি সোফি গুয়েসনে-এর। ১০ জুন, ২০১১-এ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানায় ক্রোয়েশীয়াকে নবীনতম সদস্য হিসেবে গ্রহণ করতে ইইউ আর কোন বাধা নাই।2011年6月10日,克罗埃西亚达到所有成为欧盟新成员国的条件,不过离正式入会还有很长一段路,且此刻欧盟也并不稳定,让许多人对未来存疑。
3আনুষ্ঠানিকভাবে ইইউ-এর সদস্যপদ পেতে ক্রোয়েশীয়াকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, আর যে মুহূর্তে এই সদস্যপদ লাভের ঘটনা ঘটতে যাচ্ছে, সে সময়টা অনেক আশঙ্কাজনক, যা অনেক হতাশার জন্ম দিয়েছে।除了欧洲目前经济局势动荡,在今年4月15日,南斯拉夫案国际法庭判决前军事将领Ante Gotovina和Mladen Markač触犯战争罪。
4এখন ইউরোপের অর্থনৈতিক অবস্থা ছাড়াও, ১৫ এপ্রিল, ২০১১-তে আইসিটিওয়াই (আন্তর্জাতিক অপরাধ আদালত) ক্রোয়েশীয়ার প্রাক্তন জেনারেল আন্টে গোটাভিনা এবং ম্লাদেন মারকাচ যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করেছে।This Just In指出:
5কেবল মাত্র আসা এক লেখায় যেমনটা উল্লেখ করা হয়েছে: ঊর্ধতন কর্মকর্তা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে, এদিকে ক্রোয়েশীরা রাজধানী জাগবের কেন্দ্রস্থলে সমবেত হওয়া জনতা এর তীব্র নিন্দা জানিয়েছে।英国广播公司报导,听闻判决结果,克罗埃西亚首都中央广场的群众嘘声四起,在有些人心目中,这些将领是国家英雄。
6বিবিসি সংবাদ প্রদান করেছে যে, এই দুই জেনারেলকে জনতা বীর হিসেবে অভিনন্দিত করেছে। এখানে খেয়াল রাখতে হবে যে জনমত একটা গুরুত্বপুর্ণ বিষয়।南斯拉夫案国际法庭裁决出炉当天的反欧盟游行,照片来自Sophie Guesné
7যোগদানের আগে, ক্রোয়েশিয়া এক জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে, গণভোটে যোগদানের বিষয়টি ব্যর্থ হয়ে যেতে পারে, কারণ, প্রায় মাত্র ৩৯ শতাংশ ক্রোয়েশীয় নাগরিক যোগদানে পক্ষে “হ্যাঁ” বলছে, অথবা গণভোটে যোগদানের বিষয়টই খুব সহজে পাশ হয়ে যেতে পারে, যখন ৬৪ শতাংশ ভোটার যোগদানের পক্ষে ভোট দেবে বলে জানাচ্ছে, ঘটনা কি ঘটবে তা নির্ভর করছে কোন সুত্রটি সঠিক তথ্য প্রদান করছে তার উপর।舆论对欧盟的看法很重要,因为在正式加入之前,克罗埃西亚必须先举办全国公投,若此刻投票,各项民调结果相距甚大,有些指称只有38%支持,也有民调认为赞成者比例将达64%。
8ক্রোয়েশীয় সরকার অবশ্য ক্রমাগতভাবে ইইউ-তে যোগদানের পক্ষে মত দিয়ে যাচ্ছে, যেমনটা উল্লেখ করা হয়েছে জুটারনজি লিস্ট-এ [ক্রোয়েশিয়ান ভাষায়]:尽管大众投票意向不明,克罗埃西亚政府仍继续鼓吹加入欧盟,Jutarnji List提到:
9[প্রধানমন্ত্রী জাড্রাঙ্কা কোসর] বলছেন যে ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার জন্য এক আনন্দদায়ক মুহূর্ত, বিশেষ করে ক্রোয়েশিয়া যখন এই সপ্তাহে স্বাধীনতা লাভের ২০তম বার্ষিকীতে পা দিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন “আমি সব সময় বলে এসেছি যে স্বাধীনতা বার্ষিকীর জন্য এটা হবে সবচেয়ে বড় পুরস্কার”।总理表示,克罗埃西亚值得为了进入欧盟而庆祝,尤其是我国在本周庆祝独立20周年,他强调,“我总认为这是独立周年纪念最佳礼物”。
10অবশ্য, বেশিরভাগ অর্জন দেশটির ৪৫ লক্ষ জনতাকে হতাশ করেছে, যারা সব কিছু মিলিয়ে হিসেব করে দেখছে এই জায়গা পর্যন্ত যেতে সময়টি কেমন লাগছে, যেমনটা লেখা হয়েছে গসপেন প্রফেসার-এ [ ক্রোয়েশিয়ান ভাষায়]:社会大众对此事不满之处,大多在于过程如此漫长,gospon profesor写道:
11কাজে, যতদুর দেখা যাচ্ছে প্রবেশের তালিকায় রয়েছে ছয়টি এবং আরো দু'টি রাষ্ট্র?所以经过六项考验,现在还有两项?
12এবং আমি ভবেছিলাম যখন আমরা আলোচনা শেষ করেছি, আশা তৈরি হয়েছিল যে এইবার আমরা ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে যাচ্ছি। কিন্তু, না।我原本以为谈判结束后,我们就进入欧盟了,但实际却不是这么回事。
13এই পোস্টে কিঙ্কি কলমুনিস্টা নামের এক মন্তব্যকারী এক বাস্তব অবস্থান থেকে পদ প্রদানের ঘটনার ঝুলে থাকার বিষয়টির মুল্যয়ান করছে [ক্রোয়েশিয়ান ভাষায়]:有人在Kinky Kolumnista博客留言时,从务实角度看待入会程序:
14আসুন বিষয়টির মুখোমুখি হই, যদি ইইউ থেকে কোন চাপ না থাকে, তাহলে এই সব ক্ষুদ্র [রাষ্ট্রের] উন্নতি কোনদিন ঘটবে না এবং আমরা সেই কাদায় আটকে থাকবো যেখানে আমরা আটকে ছিলাম[…]। ইইউ-এর দেশ সমূহ নিঃসন্দেহে আমাদের চেয়ে বেশি সফল রাষ্ট্র এবং যারা ইইউ-তে প্রবেশ করতে পারিনি তারা অনেক অসুবিধার মধ্যে রয়েছে।老实说,若无欧盟施压,国内不会出现这些小幅进步,我们也会继续深陷在泥泞之中,[…]欧盟国家显然比我们成功,未进入欧盟就会居于劣势。
15আগামী দু-বছরে ক্রোয়েশিয়ায় অনেক কিছু আশা করে হবে, কিন্তু বর্তমানে সকলে ইইউ-এর ২৮ তম সদস্য পদ অর্জন করতে যাবার বিষয়টি নিয়ে আলোচনা করছে।未来两年之内,克罗埃西亚还有众多尚待努力之处,但目前所有迹象看来,该国都将成为欧盟第28个会员。