Sentence alignment for gv-ben-20091228-8254.xml (html) - gv-zhs-20091225-4376.xml (html)

#benzhs
1উগান্ডা: রাষ্ট্রপতি বলছেন, তিনি পুরুষ সমকামীতা প্রতিরোধ খসড়া আইন স্থগিত করবেন উগান্ডার প্রস্তাবিত সমকামীতা প্রতিরোধ খসড়া আইন ২০০৯ এখনো দেশটির সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।乌干达:总统说,他将阻止反同性恋法案
2কিন্তু দেশটির ডেইলি মনিটর নামক সংবাদপত্র বৃহস্পতিবারের এক সংবাদে জানায়, রাষ্ট্রপতি ইয়োরি মুসেভেনি “যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন, তিনি এই বিল বা খসড়া আইনটিকে আটকে দেবেন”:乌干达提出的2009年反同性恋法案仍然有待该国议会做最后决定,但该国的每日箴言报今天报导,总统Yoweri Museveni已经「向美国国务院保证,他愿意阻止法案」:
3নভেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের যেখানে উগান্ডার প্রতিনিধিরা অবস্থান গ্রহণ করেছে তার সামনে এক্টিভিস্টরা এই খসড়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে।据报导,Museveni总统向美国当局说,他将否决Ndorwa West的国会议员David Bahati所拟议的反同性恋法,此举与他前不久的立场和政府官员的声明不符。
4ছবি ফ্লিকারের রিকহ্যাভোকের সৌজন্যে পাওয়া।运动人士11月在纽约市聚集在乌干达代表团向联合国并抗议该法案。
5রাষ্ট্রপতি মুসেভেনি আমেরিকার সরকারকে নিশ্চিত করেছেন যে তিনি পশ্চিম এন্ডোরওয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ডেভিড বাহাতির এই প্রস্তাবিত পুরুষ সমকামীতা প্রতিরোধ বিল বা খসড়া আইনটিকে তিনি আইনে পরিণত করতে বাঁধা দিবেন।
6তার এই বক্তব্য, তার সাম্প্রতিক অবস্থান এবং সরকারের দেওয়া বিবৃতির বিপরীত ধারণা প্রদান করে।图片由riekhavoc在Flickr上提供。
7ব্লগার গে উগান্ডা দেশটির সরকারের বিতর্কিত অবস্থান গ্রহণের দিক সম্বন্ধে নির্দেশ করছে।博客Gay Uganda指出了乌干达政府对西方和乌干达自己的讯息矛盾:
8সরকার পশ্চিমের কাছে এক আর উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বার্তা প্রদান করছে:你还记得那篇总统向美国确认这一法案将不会成为法律的文章吗?
9যে কেউ স্মরণ করতে পারে এমন এক প্রবন্ধের কথা যেখানে উগান্ডার রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে নিশ্চয়তা প্রদান করেছিল যে, এই বিলটি আইনে পরিণত হবে না।好吧,他对美国人那样说。
10হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রের সরকারে কাছে এ রকম কথা বলেছে।以下是乌干达政府对乌干达人说的。
11আর উগান্ডা সরকার উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বক্তব্য প্রদান করেছে।部长说:政府的反同性恋的立场依旧。
12মন্ত্রীরা বলছেন, সরকারের পুরুষ সমকামীতার বিপক্ষে অবস্থান বজায় রয়েছে, বৃহস্পতিবারে প্রকাশিত এক বিবৃতিতে সরকারের পররাষ্ট্র মন্ত্রী সাম কুটেসা জানান, সরকার সমকামীতার প্রচারণা পছন্দ করে না, “ যেমন আমরা পতিতাবৃত্তি বিষয়ে কোন প্রচারণা পছন্দ করি না”।在昨天发表的一份声明,外交部长Sam Kutesa说:「政府不支持促进同性恋『就像我们不能提倡卖淫。』」
13আফ্রোগে ধারণা করছে যে, উগান্ডা সরকার বিশ্বাস করে, তারা এই বিল বা খসড়া আইন নিয়ে পার হয়ে যেতে পারবে, কারণ বিশ্বের নেতাদের মাথায় এর বাইরে আরো অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে:AfroGay推测,乌干达政府认为法案可以蒙混过关,因为世界各国领导人有其他事情在忙:
14১৯৯৯ সালে মুসেভেনি নিজেই পুরুষ সমকামীদের গ্রেফতার করা এবং তাদের জেলে পাঠানোর আদেশ প্রদান করেন। এই আইন পরিষ্কার ভাবে এক অসৎ উদ্দেশ্য তৈরি করা হয়েছিল [সেবার দাতাগোষ্ঠী এই বিষয়ে হস্তক্ষেপ করে, এবং মুসেভেনি দ্রুত এই গ্রেফতারের বিষয় থেকে সরে আসে]।如1999年时,Museveni总统亲自下令逮捕和关押同性恋者,该举显然是不智之举(捐助者再次干预,Museveni被打得落荒而逃),MU7 认为Bahati的法案将是次要的问题,因为欧巴马正全神贯注于塔利班议题,Gordon Brown是个跛脚鸭,而且此时除了中国人外没有其他人认真关注非洲。
15এমইউ৭ ভেবেছিল যে বাহাতির তৈরি করা এই বিল বা খসড়া আইন এই সময়ের একটি ভিন্ন বিষয়। এখন ওবামা তালেবানদের পেছনে লেগে রয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এক খোঁড়া হাঁস এবং বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে চীনের মত কোন দেশ ছাড়া এমন কেউ নেই যে আফ্রিকার ঘটনাবলীকে গুরুত্বের সাথে গ্রহণ করবে।但事实是,欧巴马和欧洲很高兴处理乌干达议题,因为相对中国,这是一个容易的目标。
16কিন্তু সত্য ঘটনা হচ্ছে ওবামা এবং ইউরোপ উগান্ডার বিষয়টি গুরুত্বের সাথে নেবে, কারণ অন্যদের তুলনায় উগান্ডা এক সহজ শিকার। যেমন উদাহরণ হিসেবে বলা যায় চীনের কথা।希拉蕊有次说:「你不能拿处理第三世界的方式来对中国」,这间接的显示了她如何定义乌干达的地位。
17হিলারি ক্লিনটন বলেছেন যে অন্য এক দিন চীনকে ধরা হবে, কারণ তিনি চীনকে সে ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে ভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তিনি নিয়ন্ত্রণ করে।在另一篇文中,AfroGay讨论了幕后可能正在发生的事:
18এই ভাবেই তার মত করে সে পরোক্ষভাবে নির্দেশ করছে কর্তৃত্ব দেখানোর বেলায় উগান্ডাকে তিনি কোথায় রাখছেন।所以,即使他们目前正在对此刻意模糊,政府对该法案仍有特定观点。
19আরেকটি পোস্টে পর্দার পেছনে কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে আফ্রোগে আলোচনা করছে:而他们的观点是它对其国际地位和资金非常不利。
20কাজেই, এমনকি যদিও তারা ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে এক অস্পষ্ট অবস্থান তৈরি করেছে, তারপরেও এই খসড়া আইন বা বিল নিয়ে সরকারের এক নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।挣扎尚未 结束。
21এটি হল এই যে এই খসড়া আইন আন্তর্জাতিক অবস্থান ও দান হিসেবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিপদ বয়ে আনবে।Bahati因得到关注而更大胆,他显然是陶醉在他的短暂成名里。
22আলোড়ন এখনো শেষ হয় নি। বাহাতি যে মনোযোগ লাভ করেছেন তার ফলে সে বেশ সাহসী হয়ে উঠেছে।因此,他可能不会轻易的默从。
23এবং তিনি পরিষ্কার ভাবে উন্মোচন করছেন তার এই ১৫ মিনিটের খ্যাতির বিষয়টি। কাজেই সে খুব সহজে বিষয়টি ছেড়ে দেবে না।但是,政府会扭他的胳膊。
24কিন্তু তার হাতে হাত রেখে সরকার এগিয়ে যাবে। বাহাতির সংসদীয় এলাকায় একটা নতুন ক্লিনিক বা চিকিৎসালয় খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।Bahati的选民要留意,他对 Ndorwa人民承诺了许多,他甚至可能直接得到为他竞选连任资助的承诺。
25এন্ডোরওয়ার জনগণকে এটা সেটা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। এমনকি পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে বাহাতিকে সরাসরি অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।Museveni在乌干达想要什么就会得到什么,我预料该法案若能到达议会,将 会是渺小且无说服力的。
26মুসেভেনি উগান্ডায় যা চান, তিনি তা পান এবং আমি ধারণা করি এই খসড়া আইনকে যখন সংসদে উপস্থাপন করা হবে, তখন সেটি তার আগের ঘটনার মতই ছায়া হয়ে রইবে- যদি, আদৌ তা উপস্থাপন করা হয়।校对:Soup