# | ben | zhs |
---|
1 | ছবিতে সিরিয়ার ধ্বংসযজ্ঞ | 叙利亚浩劫照片集 |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। | 叙利亚全国各地的摄影师用照片分享、纪录叙利亚起义,以及随之而来的破坏。 |
3 | সিরীয় আলোকচিত্রীরা সারা দেশ থেকে তোলা ছবির মাধ্যমে সিরিয়ার বিপ্লব প্রকাশ, প্রচার ও সংরক্ষণ করছেন, যেগুলো ধ্বংসের চিত্র বহন করছে। | |
4 | সীমিত প্রচার সত্ত্বেও, সিরিয়া থেকে যা উঠে আসছে তা যেন ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি। | 尽管管道有限,传出的资讯展现了叙利亚人民所面对的恐怖现实:自己的家园已名副 其实的四分五裂。 |
5 | নিজের দেশে অবস্থানকারী সিরীয়রা প্রতিনিয়ত তাদের দেশকে আক্ষরিক অর্থে বিদীর্ণ হতে দেখছে। | 虽然并没有可靠的消息来源可供确认照片的拍摄地点和罹难人数,下面几张照片是叙利亚基础建设和民众住宅遭受影响的例证。 |
6 | যদিও ছবিগুলো কোন স্থানের অথবা কতজন লোক হামলার শিকার হয়েছে তা নিশ্চিত করার কোন নির্ভরযোগ্য ব্যবস্থা নেই, তবুও নিচের কিছু ছবি সিরিয়ার অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বোঝার জন্য নমুনা হিসেবে দেওয়া হল। | |
7 | শত শত আলোকচিত্রীর মধ্যে, ইয়াজান হোমসি হোমস শহরের ধ্বংসের দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। | 数百位摄影师之一的 Yazan Homsy 分享荷姆斯遭受破坏的影像。 |
8 | তিনি নিজেই এভাবে বর্ণনা করেছেনঃ | 他这样形容自己: |
9 | @ইয়াজানহোমসিঃ মহান হোমসের পুত্র ইয়াজান হোমসি, সিরীয় বিপ্লবের একজন সক্রিয় কর্মী, খালিদিয়া পাড়া থেকে। | @YazanHomsY:Yazan Homsy,大荷姆斯之子,叙利亚革命参与者,来自卡利迪亚区。 |
10 | বিজয়ী অথবা শহীদ না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে। | 革命直到成功或殉难。 |
11 | তিনি তাঁর ছবিগুলোতে হোমস শহরের দালানগুলোর ধ্বংসের বর্ণনা দিয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন। | 他在自己的脸书页面上发表毁坏的荷姆斯建筑的照片。 以下经过允许转载两张他的照片。 |
12 | তাঁর ছবিগুলোর মধ্য থেকে দু'টি ছবি তাঁর অনুমতিক্রমে ব্যবহার করা হল। | 荷姆斯:十四区遭受围攻一百三十九天后。 |
13 | হোমসঃ শহরের ১৪ টি ব্লক ১৩৯ দিন ধরে অবরুদ্ধ। | 阿萨德军队在六个月内用尽各种炸药飞弹摧毁荷姆斯被包围的区域。 |
14 | হোমসের আশেপাশের জায়গাগুলো ধ্বংস করতে আসাদ মিলিশিয়া বাহিনী ছয় মাস ধরে সব ধরণের বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে । | 来源:Yazan Homsi 脸书页面。 |
15 | সূত্রঃ ইয়াজান হোমসির ফেসবুক পাতা। | 经授权使用。 |
16 | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। | 经轰炸焚烧后的荷姆斯旧市集。 |
17 | বোমা বিস্ফোরণ ও পুড়ে যাওয়ার পর হোমসের পুরাতন বাজার। | 06/13/2012。 来源:Yazan Homsi 脸书页面。 |
18 | ০৬/১৩/২০১২, সূত্রঃ ইয়াজান হোমসির ফেসবুক পেজ। | 经授权使用。 |
19 | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। সিরীয় নিউজ নেটওয়ার্ক এস. | 叙利亚新闻网 S.N.N 也在网站上每日更新照片纪录叙利亚三大都市阿勒坡、荷姆斯和大马士革遭受的摧残。 |
20 | এন. | 这里节选了几张照片: |
21 | এন [আরবি] তাদের ওয়েবসাইটে দৈনিক ভিত্তিতে সিরিয়ার প্রধান তিনটি শহর - আলেপ্প, হোমস ও দামাস্কোর ধ্বংসযজ্ঞের ছবি নিয়মিত আপডেট এবং পোস্ট করতে সক্রিয় রয়েছে। | 叙利亚 - 荷姆斯 - 10/21/2012 - 阿萨德军队轰炸造成的破坏 - Mohammed Ibrahim 摄影 - 叙利亚新闻网 | SNN 报导(108)。 |
22 | এখানে কিছু নির্বাচিত ছবি রয়েছেঃ | 经授权使用。 |
23 | সিরিয়া - হোমস - ১০/২১/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । এস. | 叙利亚 - 荷姆斯 - 10/21/2012阿萨德军队轰炸造成的破坏 - Mohammed Ibrahim 摄影 - 叙利亚新闻网 | SNN 报导(102)。 |
24 | এন. এন রিপোর্টার (১০৮)। | 经授权使用。 |
25 | | 叙利亚 - 荷姆斯 - 10/19/2012阿萨德军队轰炸造成的破坏 - Mohammed Ibrahim 摄影 - 叙利亚新闻网 | SNN 报导(39)。 |
26 | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। | 经授权使用。 |
27 | সিরিয়া - হোমস - ১০/২১/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । এস. | 叙利亚 - 阿勒坡 - 旧城区 - 13/10/2012 - 奥马雅清真寺遭轰炸起火(12)。 |
28 | এন. এন রিপোর্টার (১০২)। | 照片来自叙利亚新闻网。 |
29 | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। | 经授权使用。 |
30 | সিরিয়া - হোমস - ১০/১৯/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । | 叙利亚 - 阿勒坡 - 09/23/2012 - 空袭和强力轰炸造成的破坏。 |
31 | এস. এন. | 照片来自叙利亚新闻网。 |
32 | এন রিপোর্টার (৩৯)। অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। | 经 SNN 授权使用。 |
33 | সিরিয়া - দামাস্কাস - ট্যাডামন - ০৭/০৯/২০১২ - আসাদ বাহিনীর বোমা বর্ষণের ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ (৬)। | 叙利亚 - 大马士革 - 塔达蒙 - 07/09/2012 - 阿萨德军队轰炸造成的破坏(6)。 |
34 | ছবি সূত্রঃ শাম নিউজ নেটওয়ার্ক । এস. | 照片来自叙利亚新闻网。 |
35 | এন. এন, অনুমতি নিয়ে ব্যবহৃত। | 经 SNN 授权使用。 |
36 | সিরিয়া - দামাস্কাস - ইরবিন - ২৯/১০/২০১২ - আশেপাশের সাধারণ মানুষের উপর আসাদ বাহিনীর বোমা বর্ষণের কারনে দালান ধ্বংস। ছবি সূত্রঃ শাম নিউজ নেটওয়ার্ক । | 叙利亚 - 大马士革 - 艾尔宾 - 29/10/2012 - 阿萨德军队对民居的轰炸中毁坏的建筑。 |
37 | এস. এন. | 照片来自叙利亚新闻网。 |
38 | এন, অনুমতি নিয়ে ব্যবহৃত। এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। | 经 SNN 授权使用。 |