Sentence alignment for gv-ben-20100718-11797.xml (html) - gv-zhs-20100721-5633.xml (html)

#benzhs
1আলজেরিয়া: কপটতা কি এখন ফ্যাশনে পরিণত হয়েছে?阿尔及利亚:虚伪成为一种流行了吗?
2আলজেরিয়ার ব্লগার সেলিম (আরবী ভাষায়) কপটতা নিয়ে ভাবছেন এবং জিজ্ঞেস করছেন: কপটতা কি এখন ফ্যাশনে পরিণত হয়েছে?阿尔及利亚博客萨利姆[阿拉伯文]反思虚伪这件事,并问:虚伪成为一种流行了吗?
3গুজব, কপটতাকে ধন্যবাদ শিরোনামে তার পোস্টে সেলিম জিজ্ঞেস করছেন:萨利姆在一篇名为「流言蜚语的功臣--虚伪」的文章中问道:
4যারা আমার সামনে হাসেন আর আমার পেছনে আমার বদনাম করেন তারা কি এতে মজা পান?那些在我面前笑我,然后又在背后毁谤我的人,觉得这样很好玩吗?
5আর যারা নিভৃতে সরকারের বদনাম করেন এবং রাস্তায় পুলিশের সাথে হাসি ঠাট্টায় রত থাকেন এবং প্রকাশ্যে রাষ্ট্রপতির গুণগান গান তারাও কি সেটির মজা নেন?那些私底下狠批政府,然后在街上嘲笑警察,又在总统出外巡视时一直叫嚣的人,真的乐在其中吗?
6যারা আমাকে উপদেশ দেন এবং আমার অবস্থা সম্পর্কে ভাবেন এবং কিছু করার চেষ্টা করেন, তারাও কি আমার পেছনে একইরকম মনোভাব পোষণ করেন?而那些给我建议、为我设身处地着想的人,他们私底下是否真的也这样想呢?
7এই প্রশ্নের জবাবগুলো তিনি দিয়েছেন:对于这些问题,他的答案是:
8না, আমি যখনই তার থেকে দুরে সরে যাই, সে হয়ত আমার মাকে গালি দেবে, যেমন সে সরকারের মাকে গালি দিয়েছিল।不,当我转身离开后,他可能会连我的母亲一起「问候」,就跟他辱骂政府一样。
9সে আমাকে ঘৃণা করে, যদিও আমি তার কোনই ক্ষতি করিনি।就算我什么都没做,我也可能会被讨厌。
10কপটতা এখন ফ্যাশনে পরিণত হয়েছে অন্য যে কোন খারাপ জিনিষের মত।虚伪跟所有糟 糕的事情一样都成了流行。
11খারাপ লোকেরাই এখন ভাল সেজেছে।坏人现在是所有人里面过得最好的,他们把这叫作聪明而不是虚伪。
12এবং তাদের কপট না বলে বুদ্ধিমান হিসেবে অভিহিত করা হয়।那些跟大家一起开怀大笑的人会得到他人的爱戴。
13যারা সবার সাথে হাসে, মানুষের ভালবাসা পায়।但他们是错的,他 们最终会露出真面目。
14কিন্তু খারাপ লোকেরা ক্ষতিকারক এবং একদিন তারা তাদের মুখোশ খুলবেই।那他们为什么要追随这种流行呢?
15তাহলে তারা কেন এই কপটতার ফ্যাশন করে?该名博客继续说:
16এই ব্লগার বলে চলেন:我再反问一次问题,但这次我的问题会有答案。
17সত্যিই সেলিম, তুমি কি কাল খুশি ছিলে যখন তুমি ছয়জন বন্ধুর সাথে নেচেছিলে যারা তাদের স্নাতক ডিগ্রি অর্জন করেছিল?说真的萨利姆,你昨天跟六位刚取得学士学位的朋友一起跳舞,你真的开心吗?
18তুমি তো জোরে গাড়ি চালাচ্ছিলে এবং চিৎকার করে হাততালি দিচ্ছিলে।你莽撞地开着车,把音乐开到最大,拍手又尖叫的。
19কিন্তু খোদা, তুমি তো খুশি ছিলে না!老天可以作证,其实你并不开 心!
20তুমি এক অস্থির নীরবতায় ভুগছিলে।你处在一个混乱的沉默状态。
21ভেতরে ভেতরে তুমি খুবই চুপ ছিলে এবং বুকের ভেতর জ্বলছিল অনেক কিছু… তোমার সমস্ত শরীর গোল পাকিয়ে যাচ্ছিল, তোমার হাত থেকে তোমার কণ্ঠনালী পর্যন্ত।纵使你看起来热情澎湃,但你内心还是绝对的沉默,从手到震动的声带,你全身上下都被混乱缠绕着。
22এত জোরে চিৎকার করে তোমার কত কষ্ট হয়েছিল?你到底经历了多少痛苦使你 如此大声呐喊?
23তুমি কি তোমার অসন্তোষের প্রকাশ ঘটাচ্ছিলে না এটি ছিল কপটতা?你是在发泄,还是那其实是你的虚伪?
24সেলিম শেষ করে এই বলে:萨利姆的结论是:
25এটি যদি কপটতা হয় তাহলে কোনই সন্দেহ নেই যারা তোমার পেছনে কথা বলে আর যারা সরকারের সমালোচনা করে তারাও খুশী নয় কারণ তুমি, সেলিম, বিষণ্ন ছিলে কারণ তুমি নিজের প্রতি কপট ছিলে এবং তাদের সাথে যারা তোমার বিষণ্নতাকে দেখতে পেয়েছিল।如果这是虚伪,那么萨利姆,你对自己虚伪,对那些看到你悲伤的人虚伪,你都会为此感到难过了,所以那些暗箭伤人的人,以及对政府虚伪的人必然也不会感到开心。 虚伪也在你的社会中成为流行了吗?
26কপটতা কি আসলেই আপনাদের সমাজেও ছড়িয়েছে?请藉由评论此篇文章来参与这个话题。
27আপনিও মন্তব্যের স্থানে আমাদের জানিয়ে বিতর্কে অংশ নিতে পারেন।校对:Soup