Sentence alignment for gv-ben-20090305-1862.xml (html) - gv-zhs-20090309-2040.xml (html)

#benzhs
1ইরানী ব্লগারদের খোঁজে একজন ব্রাজিলিয়ান সাংবাদিক巴西记者采访伊朗博客
2রাউল জাস্ত লোরেস একজন ব্রাজিলিয়ান সাংবাদিক আর ফোলহা দো সাও পাওলোর বেইজিং ব্যুরোর প্রধান।
3তিনি সম্প্রতি তেহরানে গিয়েছিলেন, যেখানে তিনি দেখা করেছেন আর সাক্ষাৎকার নিয়েছেন বেশ কয়েকজন ইরানী ব্লগার আর সুধী সমাজের ব্যক্তিত্বের যেমন নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্ত শিরিন এবাদি। কেন ব্রাজিলিয়ান সংবাদপত্রের বেইজিংএর ব্যুরো প্রধান ইরানী ব্লগারদের ব্যাপারে আগ্রহী?Raul Juste Lores[葡萄牙文]是位巴西记者,也是巴西报纸《Folha de Sao Paulo》[英文]派驻北京的主管,他最近前往伊朗首都德黑兰,访问当地几位博客及公民社会领袖,如诺贝尔和平奖得主Shirin Ebadi[英文]。
4আসলে আমি এশিয়া দেখি, কিন্তু মধ্য প্রাচ্য না।为何巴西报刊在北京的主管会对伊朗博客感兴趣?
5ইজরায়েলের নির্বাচনের কারনে একজন সহকর্মী ওখানে ছিল আর আমার সংবাদপত্র চাচ্ছিল তেহরানে ইসলামী বিপ্লবের ৩০তম বাষির্কী ধারণ করার জন্য আর একজনকে যেতে। এটা দারুন একটা সুযোগ ছিল যা আমি সাথে সাথে গ্রহণ করি।平常我的报导范围其实是亚洲,而非中东地区,由于以色列近期选举,一位同事前往采访,报社希望另派记者至德黑兰采访伊朗革命30周年,这个机会很棒,所以我立刻就答应了。
6যে কোন দেশে, ব্লগাররা আপনাকে সজীব ধারনা দেবে যে সেখানে তরুণরা কি চিন্তা করছে- আর ইরানে, যেখানে জনসংখ্যার শতকরা ৭০ ভাগকে তরুণ ধরা যায়, ব্লগোস্ফিয়ার অনেক বেশী গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
7আপনি ইরানে বেশ কয়েকজন ব্লগারের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের সামাজিক/রাজনৈতিক পটভূমি কি?无论在任何国家,博客总能提供关于年轻人思维的新想法,尤其伊朗有七成人口都算是年轻人,博客便显得更重要。
8তাদের চিন্তা, আশা আর উদ্যোগগুলো কি? তেহরানে বেশীরভাগ মধ্যবিত্ত।你访问了伊朗多位博客,他们的社会/政治背景为何?
9দুভাগ্যবশত: আমি গ্রামের দিকে যেতে পারিনি যদিও চ্যাটের মাধ্যমে আমি অন্য শহরের দুই একজন ব্লগারের সাথে কথা বলেছি।
10তবে তারা শহরের, মধ্যবিত্ত আর তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে যেখানে ইন্টারনেট তাদের স্বাধীনতার এলাকা, বা অন্তত অন্য মাধ্যমের চেয়ে বেশী স্বাধীনতা দেয়।
11আমি একজন কট্টর ব্লগারেরও সাক্ষাৎকার নিয়েছি।他们关注的议题、希望和愿景又是什么?
12এটা দেখার মতো ছিল যে তাদের ধর্মীয় গোঁড়ারাও একই প্লাটফর্ম ব্যবহার করছে। খুব ভালো হতো যদি আমি অন্যান্য দলের কাছ থেকে ব্লগারদের সম্বন্ধে জানতে পারতাম।多数是德黑兰的中产阶级,虽然我曾透过网络与其他城市的一两位博客对话,但很可惜我没有前往乡村地区,我这次的受访者代表着都会区的年轻中产阶级,网络是他们相对自由的领域,我也采访了一位保守派博客,看到宗教保守派人士也使用博客,我觉得很有意思。
13আমি যা দেখেছি তা একটা ছোট অংশ। বেশীরভাগকে দেখলে অন্য যে কোন জায়গার মতো তরুণ মনে হয়: নীতিবান, বিভিন্ন উদ্যোগে ভরা, ওয়েব-আসক্ত, স্বপ্নবিলাসী।我希望能有更多机会认识其他族群的博客,我这次只看到冰山一角,他们多数就和世界各地的年轻人一样,充满理想、计划、梦想,热衷网络,但伊朗博客似乎更关心政治和世界新闻,伊朗经过多年制裁与禁运,博客寻找自己的方式打破孤立状态。
14কিন্তু ইরানে এরা আরো বেশী রাজনীতি ঘেষা আর বিশ্বের সংবাদের ব্যাপারে আগ্রহী।你如何看待公民媒体对伊朗社会的冲击?
15তারা তাদের নিজেদের পথ তৈরি করেছে এতোগুলো এম্বার্গো (নিষেধাজ্ঞা) আর স্যাঙ্কশনের (বাধা) পরে একাকীত্ম থেকে বের হওয়ার। ইরানী সমাজে নাগরিক মিডিয়ার প্রভাব আপনি কিভাবে মূল্যায়ন করেন?这种影响非常巨大,当国内媒体全都属于政府,或是媒体受政府严格管控,博客便成为散播新闻讯息的重要管道,让不同的人发声,表达不同的观点与批评,很多博客是以幽默或笑话为主,而非政治与知识问题,这种情况举世皆然。
16প্রভাব খুব বড়।你所见的伊朗和之前想像有多大落差?
17যে দেশে সব মিডিয়া ব্লগের মালিক, বা অন্তত কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত ব্লগ খুব গুরুত্বপূর্ণ অন্য মাধ্যম হতে পারে সংবাদ বিতরণ, বিভিন্ন উৎসকে তুলে ধরা, বিভিন্ন দৃষ্টিভঙ্গী আর সমালোচনাকে প্রকাশ করার জন্য।
18অনেক ব্লগ বেশী জোর দেয় মজা বা কৌতুকের এর উপরে রাজনৈতিক বা বুদ্ধিভিত্তিক ব্যাপার বাদ দিয়ে, কিন্তু এটা একই রকম সব জায়গায়।
19যে ইরানের চিত্র আপনার মনে ছিল তার সাথে যে ইরান আপনি আবিষ্কার করেছেন তার মিল কতো? বাতাসে যে উদ্বেগ ছড়িয়ে ছিল তা আমি যেমন চিন্তা করেছি তার সাথে অনেক মিল।空气中的紧绷感和我想像相去不远,也看到许多女性从头到脚都蒙在黑色的长罩袍中…自然本多彩多姿,不是吗?
20এতজন মহিলাকে লম্বা, কালো চাদরে মোড়া অবস্থায় দেখা… প্রকৃতি কতো রঙ্গে ভরপুর, তাই নয় কি? এই ধারণা যে কাউকে জেলে দেয়া যায় খুব স্বাভাবিক কিছু একটা করার জন্য যা বিশ্বে অন্য সবাই করছে।有些人的行为若在 其他国家稀松平常,在伊朗却遭逮捕入狱,而且伊朗社会非常非常保守,处处充满性别主义,男女不平权的问题远超过宗教规范,甚至是所谓的自由派或温和派,其 实也相当保守。
21তাছাড়া সমাজটা খুব বেশী রক্ষণশীল, যৌনবৈষম্য আর পুরুষ ও নারীর মধ্যে অধিকারের বিভেদ খুব বেশী আর ধর্মীয় আইনের অনেক বাইরে তা যায়, এমনকি তথাকথিত আধুনিক ও মুক্তমনারাও অবশ্যই রক্ষণশীল।
22অন্যদিকে, ইরানের তরুণরা যতোদূর সম্ভব ভালো থাকার চেষ্টা করছে, তাই কোনভাবে তারা হয়তো অনেক আইন ভাংছে, তারা তাদের স্থানের জন্য যুদ্ধ করছে এতো বাধা সত্ত্বেও।
23এক কথায় অন্য দেশের তরুণদের তুলনায় এরা অনেক কম সুবিধা ভোগ করে। অন্যরা যেসনব জিনিষ স্বাভাবিকভাবেই পায় এদেরকে তার জন্য লড়তে হয়।相对而言,伊朗年轻人很努力改善生活,因而违反许多法条,他们面对各种禁令去争取空间,简而言之,他们比许多国家的年轻人更加不满,要争取他人视为理所当然的事物。
24কিভাবে আপনি তুলনা করেন ইরানী ব্লগস্ফিয়ারকে ব্রাজিলিয়ান আর/বা চাইনিজগুলোর সাথে?伊朗博客圈与中国或巴西情况有何异同?
25ব্রাজিলের থেকে এদের বড় রাজনৈতিক ভূমিকা আছে, কারন ইরানে আপনাদের অতো স্পষ্টভাষী লোক নেই সূধী সমাজে যা আমার দেশে আছে (মুক্ত প্রেস, শক্তিশালী এনজিও, অনেক রাজনৈতিক দল ইত্যাদি)। ইরানী ব্লগ কাজ করতে পারে ভালো মতামতের পোল, বা থার্মোমিটার হিসাবে যে শহুরে ইরানের একটা ভালো অংশ কি ভাবছে তা হিসেবে।伊朗博客圈的政治角色比巴西博客大,因为伊朗公民社会里,并无像巴西拥有的强大组织(如媒体自由、强盛的非政府组织、许多政党 等);伊朗博客就像是民意调查,或是衡量伊朗都会地区民众心理;伊朗某些情况比较类似中国博客圈,排拒官方媒体的言论,传递政府以为可轻易删除的讯息,群 体更加水平,从下而上提出改变,两国领导人肯定更加意识到博客发展,并在意博客里的讨论情况。
26এইভাবে তারা চীনা ব্লগস্ফিয়ার এর কাছাকাছি, তারা অফিসিয়াল মিডিয়ার নিয়মকে মানে না, তারা সংবাদ ছড়ায় যা সরকার মনে করে তারা আটকাতে পারে।
27তারা অনেক বেশী প্রসারিত, সমাজের উপর থেকে নিচে পর্যন্ত।校对:Soup
28অবশ্যই দুই দেশের নেতারা আসলেই সজাগ আর খেয়াল করেন যে ব্লগে কি আলোচিত হয়।