# | ben | zhs |
---|
1 | স্পেন: ভ্যালেন্সিয়ায় ছাত্রদের উপর পুলিশের হামলা | 西班牙:警方镇压瓦伦西亚学生示威 |
2 | এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 学生聚集在瓦伦西亚路易斯毕夫中等教育机构前示威(#IESlLuisVives),抗议当局不当削减教育经费;尤其,许多教室因此没有暖气,学生被迫携带毛毯上学。 |
3 | ভ্যালেন্সিয়ার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান লুইস ভিভেস-এ (#আইইএসলুইসভিভেস) ছাত্ররা ,মন্ত্রণালয়ের বাজেট কর্তন এবং সর্বোপরি শীতের সময় উত্তাপ সৃষ্টির সামগ্রীর অভাবের কারণে তাদের স্কুলে কম্বল নিয়ে আসার মত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের জন্য একত্রিত হয়। | 而在政府代表Paula Sánchez de León的指挥下,警方过度镇压,也使得广场前冲突不断[西文],有十位学生遭逮捕拘禁。 |
4 | সরকারের প্রতিনিধি পাওলা সানচেজ ডে লিওন-এর নির্দেশনায় পুলিশের অযৌক্তিক হামলায় প্রতিষ্ঠানে অনেকগুলো উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে [স্প্যানিশ ভাষায়], যার ফলে দশ জন ছাত্রকে গ্রেফতারে মত ঘটনা ঘটে। | 以下为社群网站中流传的一系列暴动事件影片实况。 数位媒体与社群网站,无可置疑地,是提供意见交流与消息发布的重要平台。 |
5 | নীচে আমরা এই হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেছি, যে গুলো সামাজিক প্রচার মাধ্যমের ছড়িয়ে পড়েছে। | @15MayoValencia:#youdidnthaveachildhood警方居然配备警棍与橡胶子弹镇压民众! 真可耻! |
6 | ডিজিটাল প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, আরো একবার তথ্য প্রদান প্রদান, সংবাদ এবং বিতর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাধ্যম। | #IESLluisVives 见“Democracia Real Ya”专页 |
7 | ১৫মেঅফভায়োলেন্স: #ইউডিডনটহ্যাভদিচাইল্ডহুড যদি পুলিশের লাঠি এবং রবার বুলেট দিয়ে আপনার সরলতাকে ছিনিয়ে নিতে চায়, তাহলে বলতে হবে আপনাদের কোন শৈশব ছিল না। | (Nikone Le Fou)@NikoneCons:瓦伦西亚警方殴打12至16岁的青少年! |
8 | লজ্জা। | 把这段影片散播出去! |
9 | #আইইএসলুইসভিভেস valencia.democraciarealya.es/post/177037460… | #IESLluisVives : |
10 | (নিকু লে ফো)@নিকনেকোন:ভ্যালেন্সিয়ার পুলিশ, ১২ থেকে ১৬ বছরের শিশু-কিশোরদের পিটিয়েছে। | (David Rodrigo)@deivid87vlc:副代表@monicaoltra也遭到波及。 |
11 | সব জায়গায় এই সংবাদ ছড়িয়ে দেন। | 她正走向警察局,询问那六位遭拘禁的抗议人士。 |
12 | #আইইএসলুইসভিভেস। : | #IESLluisvives |
13 | (ডেভিড রড্রিগো)ডিভাইড৮৭ভিএলসি:ডেপুটি @মনিকাঅল্ট্রাযখন পুলিশ স্টেশনে গিয়ে আটককৃত ছয়জন ছাত্রের সম্বন্ধে জানতে চায়, তখন তাকেও আঘাত করা হয়। #আইইএসলুইসভিভেস। | (Miguel Ángel Medina) @locodelpelorojo:超过五千人在@actuable上要求行政监察员Greuges Sindic调查警方此次的镇暴事件。( |
14 | (মিগুয়েল এ্যাঞ্জেল মেদিনা)@লোকোডেলপেলোরেজো:@একচুয়েবেল-এ ৫,০০০ নাগরিক প্রশ্ন করেছে, ন্যায়পাল-কি (ওম্বুডসম্যান) পুলিশের আক্রমণে ঘটনায় তদন্ত করেছে #আইইএসলুইসভিভেস eskup.elpais.com/1329472559-838… | 译按:“Actuable”是一个提供民众交流,并整合意见提供给政府或企业参考的平台)#IESLluisVives 见eskup.elpais.com http://www.youtube.com/watch? |
15 | এই ঘটনার উপর আরো ছবি এখানে পাওয়া যাবে। | v=NMLd4kxNQqQ[/embed |
16 | পেরিডেসিমো হুমানো, ঘটনার উপর তৈরি করা সরাসরি সংবাদ এখানে প্রদান করেছে। | 更多照片请见此。 新闻媒体Periodismo Humano提供实况报导。 ] |