Sentence alignment for gv-ben-20091203-7753.xml (html) - gv-zhs-20091125-4226.xml (html)

#benzhs
1ফিলিপাইনস: রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের টিভি বিজ্ঞাপন সামনের বছর ফিলিপাইনসে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।菲律宾:总统候选人电视广告推出
2সারা দেশে নির্বাচনী অফিসগুলোতে প্রার্থীদের সার্টিফিকেট জমা দেবার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে, নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে।
3ভোটারদের মনোযোগ আকর্ষণ করা এবং নিজেদের সম্বন্ধে তথ্য জানানোর জন্য রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানো প্রার্থীদের টিভি বিজ্ঞাপন তৈরি করার দরকার হয়।
4এবং তা টিভিতে দেখানোর জন্য টাকা প্রদান করার প্রয়োজন।
5গত কয়েক মাস ধরে বেশ কয়েকজন প্রার্থীর ভিডিও বিজ্ঞাপন টিভিতে প্রচার করা শুরু হয়ে গেছে।
6এই সকল টিভি বিজ্ঞাপন ইউটিউবেও উঠিয়ে দেওয়া হয়েছে। পিনই পিকস!菲律宾明年将举行总统大选,随着候选人赴全国各地政府选务机关递交参选表格,大选已正式开始。
7নির্বাচনে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা এখানে সরবরাহ করেছেন।
8শালাপোগস ব্লগ প্রাথমিকভাবে নির্বাচিত এইসব প্রার্থীদের প্রতি সন্তুষ্ট নন: এখন সকালে উঠার পরপরই নির্বাচনী হাওয়ার গন্ধ আপনার নাকে এসে লাগবে।为吸引大众目光,也为了公告自己已参选,候选人必须制作并付费播放电视广告,过去几个月以来,电视上已出现几段竞选影片,这些片段也都上传至YouTube。
9এতেই আপনি বুঝতে পারবেন যে, নির্বাচনী মৌসুম ঘনিয়ে আসছে। আপনি রাস্তার সকল কোণে এর ছোঁয়া দেখতে পাবেন।Pinoy Picks!
10রাস্তায় বের হলেই দেখতে পাবেন রাস্তার উপর নির্বাচনী সঙ্গীত বাজছে। ব্যস্ত লোকেরা প্রার্থীরা তালিকা দেখছে এবং টিভি বিজ্ঞাপন প্রচার হচ্ছে।记录总统候选人初步名单,Shalapog's Blog并不满意现有人选:
11এবং এখন আসছে সেই সমস্ত লোকেরা… যারা রাষ্ট্রপতি হবার যোগ্য! ২০১০ সালের নির্বাচন নিয়ে আমি ততটা উত্তেজিত নই, কারণ আমি প্রার্থীদের তালিকা ও তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নই।只要早上醒来,就能开始闻到选举正快速逼近的气味,无论是街头巷尾、广播音乐、人们忙着检查名单、各种电视广告,都显示总统候选人来啦!
12যদিও আমি কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, তারপরেও রাজনীতি সম্বন্ধে আমার ততটা ধারণা নেই। তবে পরবর্তী রাষ্ট্রপতি দেশটির কি রকম যত্ন নিতে পারে, তা নিয়ে আমি চিন্তা করি।我对2010年大选并不太兴奋,因为我不满意这些候选人及其政见,虽然我在大学时主修政治,却对政治瞭解有限,可是我仍在意国家与下届总统该怎么做。
13রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের টেলিভিশন বিজ্ঞাপনের তালিকা:以下是总统参选人的电视广告。
14সিনেটর মানি ভিলার বিনয়ী মনোভাবের মধ্য দিয়ে বিজ্ঞাপন শুরু করার উপর গুরুত্ব আরোপ করেছেন:参议员Manny Villar希望强调自己出身卑微:
15তরুণ সিনেটর চিজ এসকুয়েডেরো একজন অতিমানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।年轻的参选员Chiz Escudero扮演超级英雄:
16প্রতিরক্ষা সচিব ও প্রশাসক পদপ্রার্থী গিলবার্ট টেওডোরো, সরকারে বুদ্ধিমান ও যোগ্য ব্যক্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছেন।
17নোইনোই একুইনো একজন সেনেটর এবং তিনি প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র। তিনি সবচেয়ে তারকা চিহ্ন অর্জন করা রাজনৈতিক “টিভি বিজ্ঞাপন” ও “সঙ্গীত ভিডিও” তৈরি করেছেন।国防部长Gilbeert Teodoro强调,政府需要智慧与能力。
18প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ এস্ত্রাদা একটি বাত প্রতিরোধী বড়ির বিজ্ঞাপনের মধ্য দিয়ে জানান দিচ্ছেন, তিনি আক্ষরিক অর্থে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
19ড্যানি আরাও নামের এক পণ্ডিত ব্যক্তি এই সমস্ত বিজ্ঞাপনের উপর এক পর্যালোচনা করেছেন: এসব বিজ্ঞাপনের চেহারা সুন্দর, কিন্তু তার ভেতরে সারবস্তু বলে কিছুই নেই।前总统之子、现任参议员Noynoy Aquino的电视广告最有明星味,犹如音乐录像:
20এমনকি যদিও তারা প্রকাশ করার চেষ্টা করেছে যে, সত্যি তারা পরিবর্তন ঘটাতে ইচ্ছুক, কিন্তু কোন ভাবেই তারা তাদের অবস্থান স্পষ্ট করতে পারে নি এবং এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুই বলার চেষ্টা করেনি।
21কেউ একজন হয়তো যুক্তি প্রদর্শন করতে পারে যে, এইসব বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তারা কেবল জনতার সামনে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছে মাত্র।
22কিন্তু বিষয়টি আরো ভালো হত, যদি তারা একই সাথে তৎক্ষণাৎ বিশেষ কিছু সমস্যার কথা তুলে ধরত, যেমন মানবাধিকার লঙ্ঘন এবং দেশটিতে কৃষি সংস্কার ব্যর্থ হবার কারণ? বারিও সিয়েটে এ ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন পছন্দ করেন না।在这支抗关节炎胶囊广告中,前总统艾斯特拉达(Joseph Estrada)真的又开始「跑」行程:
23আমি রাজনৈতিক বিজ্ঞাপনকে ঘৃণা করি। আমার কাছে এটা অর্থের অপচয় ছাড়া আর কিছুই না।学者Danny Arao评论这些广告内容:
24তার বদলে এই অর্থ অন্য কোথাও খরচ করা যেত। আমি চাই প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের জন্য বরাদ্দ টাকা অন্য কোন প্রকল্পে ঢালুক, যেন এই টাকা যেন মানুষের কাজে আসে ।这些广告风格很鲜明,但内容很空泛,纵然强调国家需要真正变化,也未表明自己对今日迫切议题的各种立场。
25বলা যেতে পারে আমি এখনো আমার পছন্দের প্রার্থী খুঁজে বের করতে পারি নি। আমি আমার ব্যক্তিগত আতশী কাচ দিয়ে পছন্দসই প্রার্থী খোঁজার কাজে ব্যস্ত রয়েছি।人们或许可解释,这些候选人只是希望向选民介绍自己,但他们若能立刻论及侵害人权与农业改革失败等特定议题,不是会对选民更具吸引力吗?
26যদিও পছন্দসই প্রার্থী বেছে নেবার জন্য রাজনৈতিক টিভি বিজ্ঞাপন রয়েছে।Barrio Siete不喜欢政治广告:
27নিজের সম্বন্ধে তথ্য জানানোর এ সব দৃশ্য, নির্বাচকদের সামনে প্রার্থীর নিজের অবস্থান তুলে ধরে।我痛恨政治广告,他们浪费的这些钱应该另作他用,我宁愿见到候选人将竞选经费用来帮助有需要的人民。
28যদি তাদের মধ্য পছন্দসই কেউ একজন থাকত তা হলে ভাল হত, কিন্তু বেশীর ভাগ প্রার্থীর নিজেদের তুলে ধরার এই প্রচেষ্টা ও মুখ বিভ্রান্তিতে পরিপূর্ণ, যেমনটা আসলে হবার কথা। Email目前我尚未属意任何候选人,我还在用个人放大镜检视每位候选人,他们在政治广告中向选民说明政见(如果他们有任何政见可言),但多数时刻他们的表情和企图却显得很可悲。
29লিখেছেনMong Palatino অনুবাদ করেছেন বিজয়校对:Soup