Sentence alignment for gv-ben-20090305-1841.xml (html) - gv-zhs-20090110-1659.xml (html)

#benzhs
1বিদ্যুৎ সংকটের মুখোমুখী নেপাল বর্তমানে বিশ্বে সব জায়গায় আলোচিত হচ্ছে শক্তির খরচ কমানো আর পরিবেশবান্ধব শক্তির উৎস খুঁজে পাওয়ার বিষয়টি।尼泊尔:能源危机临头
2উন্নত দেশ আর তাদের উন্নয়নশীল সহযোগীদের জন্য শক্তি দ্রুত একটা গুরুত্বপূর্ণ ‘বিষয়ে' দাঁড়িয়ে যাচ্ছে। শক্তির হাহাকার কবলিত ভবিষ্যৎের ভীতি এখন জরুরীভাবে আলোচনা করা হচ্ছে - ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত।节能与环保能源是全球热门话题,无论是开发中或已开发国家,能源正迅速成为最重要的议题,从美国到沙特阿拉伯,确保能源不虞匮乏已是重要课题。
3বিশ্বের একটি খুবই দরিদ্র দেশ নেপাল এখন প্রচন্ড শক্তি সংকটের মুখোমুখি, আতঙ্কের ভবিষ্যৎ এসে গেছে। সরকার ‘রাষ্ট্রীয় শক্তি সংকট' ঘোষণা করেছে আর দেশে প্রতিদিন ১৬ ঘন্টার লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে।尼泊尔名列全球贫国之中,正面对迫切的能源危机,可怕的未来亦已降临,政府已宣布进入「全国供电危机」,每天可能最长停电16小时。
4এএফপির কাছে পানি সম্পদ মন্ত্রী পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন: “জাতীয় শক্তি সংকট ঘোষণা ছাড়া আমাদের কোন উপায় ছিলনা কারন বিদ্যুতের ভয়ঙ্কর অভাব চলছে।”水资源部长向法新社表示:
5যদিও বর্তমানের শক্তি সংকট অনেক বেশী, নেপালে ঘাটতি কয়েক বছর ধরেই চলছে। আমার মনে আছে ছাত্র হিসাবে ১৯৯০ সালের দিকে কাঠমুন্ডুতে বাড়ির কাজ মোমের আলোতে করতে হত।我们只能无奈宣布全国供电危机,因为电力确实严重短缺。
6শুষ্ক শীতের সময়ে, ব্লাকআউট খুব সাধারণ ব্যাপার ছিল। রাজধানী কাঠমুন্ডুর বাসিন্দারা, যেখানে নেপালের সার্ভিস বানিজ্য কেন্দ্রীভূত বিদ্যুৎ না থাকায় তাদের হতাশা ব্যক্ত করেছেন আর এর প্রভাব কষ্টে থাকা অর্থনীতির উপরে কি হবে তাও বলেছেন।虽然最近停电情况格外严重,但其实尼泊尔电力不足问题已持续数年,笔者犹记九零年代末期于首都加德满都(Kathmandu)求学时,总在烛光陪伴下完成家庭作业,在干燥的冬季里,停电相当常见。
7নাউপাব্লিকে উজ্জ্বল নামে একজন পাঠকের মন্তব্য - একজন সাধারণ জনতার উৎকন্ঠার কথা জানিয়েছেন বিদ্যুত সংকটের কারনে:尼泊尔服务业大多集中于加德满都,对于停电再打击虚弱经济,当地民众十分不满。
8“বিদ্যুৎের উপরে নির্ভরশীল কোন ধরনের সার্ভিস বা বানিজ্য কাঠমুন্ডুতে চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।Ujwal在NowPublic博客留言表达一般民众对能源危机的看法:
9আমি সামনে বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে দেশের অর্থনীতি ভেঙ্গে যেতে পারে যদি এটা বৈদেশিক মুদ্রা নির্ভর অর্থনীতির সাথে মেলানো হয় যেটা নির্ভরশীল মধ্যপ্রাচ্যের অর্থনীতির উপরে…”任何服务业若需要电,今日在加德满都几乎不可能经营下去,我觉得未来几天必然会有大规模动乱,我怀疑如果再加上经济倚赖来自中东国家的侨民汇款,国内经济恐怕会崩溃…
10মোমের আলোয় নেপাল। ফ্লিকার ব্যবহারকারী রন লেইটার্স (http://www.flickr.com/photos/ronlayters/487914677/) এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত烛光下的尼泊尔,照片来自Ron Layters,依据创用CC授权使用
11মাওবাদি নেপালী সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য উপায় খুঁজছেন, কিন্তু এদের কিছু সিদ্ধান্ত অনেক দেরীতে নেয়া হচ্ছে আর অকার্যকরী মনে হচ্ছে।由毛派领导的尼泊尔政府正试图寻找因应之道,但部分决策似乎太迟太少,例如停止布告栏用电。
12যেমন: হোর্ডিং বোর্ডে বিদ্যুৎ নিষিদ্ধ করা। চন্দন শাপকোতা সরকারের অন্যান্য পদক্ষেপ সম্পর্কে তালিকা দিয়েছেন:Chandan Sapkota列举政府宣布的其它措施:
13“সরকার কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট বাতি (সিএফএল) এর ব্যবহার উৎসাহিত করছে। এই ধরনের বাতি আমদানীর উপরে ভর্তুকিও দিয়েছে, ২০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন থার্মাল প্লান্ট থেকে শুরু করেছে, আর ভারত থেকে বিদ্যুত আমদানীর চেষ্টা করছে…এত দেরীতে কেন?政府鼓励使用省电灯泡、相关产品进口亦可获补助、透过地热电厂发电两亿瓦、打算自印度进口电力…,为何这么晚才行动?
14কেন নেতারা এই আসন্ন সংকটের ব্যাপারটা আগে গ্রাহ্য করেনি?为何领导人未及早对这项危机采取行动?
15দূর্নীতি?因为贪污吗?
16দূরদৃষ্টিসম্পন্ন নেতার অভাব?”还是因为缺乏远见?
17থার্মাল প্লান্ট শক্তির বিকল্প উৎস হিসাবে নেপালে অনেক আগ্রহের সৃষ্টি করছে যেখানে হাইড্রো ইলেক্ট্রিসিটি ‘সাধারণ' উৎস।尼泊尔社会对地热电厂大感兴趣,而水力则是较为「传统」的替代性能源。
18ব্লগার উতসভ মাদেন সরকারের পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন আর সংশয় দেখিয়েছেন:Utsav Maden质疑政府计划:
19“৯. ৬ বিলিয়ন রুপীজ এর বেশী বিনিয়োগের খবর এমন একটা প্রযুক্তিতে যেটা তিরস্কৃত হয়েছে জলবায়ু পরির্বতন আর অন্যান্যের সাথে সম্পর্কের কারনে। অর্থের জন্য বাধা পড়ে আছে এমন একটা সরকার দ্বারা এই উদ্যোগ বেশ অস্বাভাবিক মনে হয়।据报导,政府经济相当吃紧,却准备投入96亿元尼泊尔币,研究与气候变迁等相关科技,这项政策相当启人疑窦,无视于能源专家和电力局的建议,强行决定这项政策,更让人怀疑政府的动机。
20শক্তি বিশেষজ্ঞ আর সংস্লিষ্ট প্রতিষ্ঠানের (নেপাল বিদ্যুত কর্তৃপক্ষের) কাছ থেকে এর বিরুদ্ধে মতামত পাওয়া সত্ত্বেও এটাকে সবুজ সংকেত দেয়া উদ্যোগটিকে প্রশ্নবিদ্ধ করে।”众人不断论辩有何其它方式生产电力,以及为何国家会面临危机,My Republica特别提及停电对最弱势族群的冲击。
21শক্তি উৎপাদনের বিকল্প ব্যবস্থা নিয়ে তর্ক আর দেশ কেন এই সংকটের মুখোমুখী হচ্ছে এই প্রশ্নের মধ্যেই, চিন্তা হচ্ছে সব থেকে স্পর্শকাতর এলাকায় বিদ্যুত ঘাটতি কি প্রভাব ফেলতে পারে যা মাই রিপাব্লিকাতে তুলে ধরা হয়েছে।
22সঙ্গীতা রিজাল বলেছেন যে বিদ্যুত ঘাটতি হাসপাতালের জরুরী সার্ভিসের উপর প্রভাব ফেলছে:Sangeeta Rijal认为供电中断已影响重要医疗设备与服务:
23“পুতালিসাদাকে (কাঠমুন্ডু) ক্যাপিটাল হাসপাতালও খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। হাসপাতালের জেনারেল ম্যানেজার প্রকাশ অধিকারি বলেছেন যে তারা একটা ইনভার্টার ব্যবহার করছেন, কিন্তু এই ইনভার্টার বেশী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনা তাদের বেশীরভাগ যন্ত্র চালানোর জন্য, যেমন এক্স রে মেশিন।加德满都首都医院也面临严重问题,医院总经理Prakash Adhikari表示,医院内已使用换流器,但无法供电给太多设备,例如X光机需要250千瓦的电流,换流器无法支撑。
24এক্স রে মেশিনের দরকার হয় প্রায় ২৫০ কিলো ভোল্ট (কেভি) বিদ্যুত। হাসপাতালে ব্যবহৃত ইনভার্টার এই লোড নিতে পারেনা।”校对:Soup