# | ben | zhs |
---|
1 | পুর্ব আর দক্ষিণ এশিয়া: কীটনাশক খেয়ে আত্মহত্যা স্বাভাবিক ঘটনা | 东亚与南亚:服农药自杀现象严重 |
2 | সেপ্টেম্বরের ১০ তারিখে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এগিয়ে আসলেও, নতুন একটি গবেষণা দেখাচ্ছে যে এশিয়াতে কীটনাশক পানে প্রচুর আত্মহত্যা হয়ে থাকে। | 9月10日是世界自杀防治日,新研究证实在许多亚洲国家,许多人皆以喝农药自杀,该研究整理民众自杀方式,希望帮助政府制定防治自杀最佳方式。 |
3 | এই গবেষণা বিশ্বের বিভিন্ন আত্মহত্যার পদ্ধতিগুলো পর্যবেক্ষণ করে দেখছে যাতে এটা প্রতিরোধে কার্যকর উপায় বের করা যায়। বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ৩০০০ লোক আত্মহত্যা করে। | 每天平均有3000人自杀,喝农药更是其中一项主要自杀途径,据估计,全球每年有300万件农药中毒案例,造成25万人死亡。 |
4 | কীটনাশক পান তার মধ্যে বহুল প্রচলিত একটি উপায়। হিসেবে দেখা গেছে যে বিশ্বে প্রতি বছর ৩ মিলিয়ন কীটনাশক বিষক্রিয়ার ঘটনা ঘটে, যার ফলে ২৫০,০০০ এর বেশী মৃত্যু হয়। | 这项新研究与诸多报导指出,服农药自杀现象在乡村地区较多,尤以中国、印度、斯里兰卡等亚洲国家格外普遍。 |
5 | এই নতুন গবেষণাসহ বিভিন্ন রিপোর্ট দেখিয়েছে যে এই সমস্যা গ্রাম্য এলাকায় প্রকট, বিশেষ করে এশিয়ার দেশসমুহে যেমন চীন, ভারত আর শ্রীলংকায়। | 印度已有许多农业危机” 报导传出,让很多农民决定自己了断。 |
6 | ভারতে, চাষাবাদের সংকট নিয়ে অনেক লেখা হয়েছে, যার ফলে অনেক কৃষক আত্মহত্যা করছে। | kerala8821提到农民的处境: |
7 | কেরেলা৮৮২১ তার ব্লগে কৃষকের অপ্রীতিকর অবস্থার কথা ব্যাখ্যা করেছেন: | 印度近年来农民自杀案例众多,目前或许是经济蓬勃的阵痛期,但自1997年以来,印度已有超过25000名农民自杀,其中多数皆服农药自尽,债务与债主逼债是一项主因。 |
8 | কৃষকরা দেনার দায়ে পড়ে গিয়েছিল উচ্চ কৃষি খরচ (অতিরিক্ত দামী তথাকথিত হাইব্রিড বীজ আর বহুজাতিক কোম্পানী দ্বারা বিক্রিত কীটনাশক) আর তাদের উৎপাদিত পণ্যের ভালো দামের অভাব। | 农民之所以负债累累,原因包括务农成本高涨(高产能种籽定价过高)、跨国企业的农药产品价格高昂、进口导致农产品价跌等,旱象更使情况雪上加霜,灌溉对农民负担过重,政府却未出手相助。 |
9 | আমদানিও কিছুটা প্রভাব ফেলেছে আর অনাবৃষ্টি তাদের কষ্ট বাড়িয়েছে। | Veena Seetharama Annadanaa表示,自杀数字实际上更高: |
10 | এইসব কৃষকদের জন্য পানি ও সেচ এখনও ব্যয়বহুল আর স্থানীয় সরকার তাদের কোন সাহায্য করেনি।” | 种籽、农药与肥料成本高涨,迫使农民负债累累,数千人因此选择自杀,喝下造成沉重债务的农药… |
11 | ভিনা সিথারামা আন্নাদানা একটি লেখায় বলেছেন যে আত্মহত্যার হার আসলে অনেক বেশী: | …政府也承认,北部马哈拉施特拉邦、中部中央邦、南部安得拉邦与卡纳塔克邦等,过去十年便超过十万农民自杀。 |
12 | সরকারের স্বীকারোক্তি মতে, গত দশকে এক লাখের বেশী কৃষক আত্মহত্যা করেছে পশ্চিম মহারাষ্ট্র, মধ্য প্রদেশের কেন্দ্রভাগে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ আর কর্ণাটকে।” | CaseIndiaTrips 2的brianc79怀疑,很多自杀者并未被送至医院: |
13 | কেসইন্ডিয়াট্রিপস ২ ব্লগে লিখেছেন বিয়াঙ্ক৭৯ তার এই ধারনা প্রসঙ্গে যে যারা আত্মহত্যার চেষ্টা করেন তাদের অনেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না: “আজ সকালে আমাদের শেষ আলোচনা ছিল ভারত আর আমেরিকার মধ্যে আত্মহত্যার উপায়ের তুলনা। | 我们今天讨论到,印度人自杀方式与美国有何差异,送至医院与加护病房的案例,都是止痛药、抗忧郁剂与处方药物等服用过量,但实际还有很多种不同情况,如喝农药、吞装饰用的毒莓果等,光是想象有多少人自杀后没有送至医院,或没有钱送至医院,就令人很难过。 |
14 | আমাদের মেডিকাল ওয়ার্ড আর আইসিইউতে যা আসে তা হলো টাইলানোল, হতাশানাশক আর সাধারণ ঔষধ। কিন্তু সমাজে মনে হয় তার চেয়ে বেশী আছে কীটনাশক, সাজানের জন্যে বিষাক্ত বেরী ইত্যাদি উপায়। | India Development Blog的Sarthak Gaurav认为,这些化学品太容易取得也是一项问题: |
15 | এটি কল্পনা করলে মাথা ঘুরে যায় যে কতোজন চেষ্টা করে, কিন্তু হাসপাতালে সেবার জন্য পৌঁছাতে পারে না, বা সেবা গ্রহণের সামর্থ নেই।” | Vidarbha等地的农药用量密度居印度之冠,而且获得政府高额补助,这种情况必然会让更多痛苦农民选择喝农药自杀,就像在美国猎枪泛滥一样! |
16 | ইন্ডিয়া ডেভেলাপমেন্ট ব্লগের সার্থক গৌরভ বলেছেন যে এইসব রাসায়নিক পন্যের সহজলভ্যতা এর জন্যে কিছুটা দায়ী: | 这张照片突显印度农民自杀情况严重。 |
17 | “বিদর্ভের মতো এলাকা যেখানে ভারতের সব থেকে বেশী কীটনাশক পানের নজির আছে সেখানে সরকারের উচ্চহারে ভর্তুকি দেয়া কীটনাশক প্রচুর পাওয়া যায়। | 中国亦有许多人饮农药自尽,一项研究指出,中国乡村自杀民众有六成使用农药;另一项调查估计,光是中国每年便有17. |
18 | এই রকম পরিস্থিতিতে দুর্গত কৃষকদের কীটনাশক পানে আত্মহত্যার হার এখানে তাই বেশী হতে বাধ্য। | 5万人死于吞服农药,其中多数在农村。 |
19 | আমেরিকায় বাস্তবতায় এই কীটনাশককে শট গানও বলা যায়!” এই ছবিতে ভারতীয় কৃষকদের আত্মহত্যা সমস্যা তুলে ধরা হয়েছে। | Please Help Burma博客认为,中国自杀率反映出独特社会模式: |
20 | চীনেও কীটনাশক আত্মহত্যার উপায় হিসেবে বহু ব্যবহৃত। | 中国是唯一女性自杀率高于男性的国家,全国九成自杀女性居住于乡村,要取得农药相当容易。 |
21 | একটি নিরীক্ষায় দেখা গেছে যে চীনের গ্রামাঞ্চলে ৬০% আত্মহত্যা এইভাবে হয়, আর একটি রিপোর্টে দেখা গেছে যে শুধুমাত্র চীনেই বছরে কীটনাশক পানে ১৭৫০০০টি মৃত্যু হয়, বেশীরভাগ কৃষিপ্রধান এলাকায়। | Chinabounder在博客摘录自己的著作,他提到中国乡村自杀主因为贫困与家暴,这对于女性影响较深: |
22 | প্লিজ হেল্প বার্মা ব্লগের একটি লেখায় ব্যাখ্যা করা হয়েছে চীনের আত্মহত্যার হার কিভাবে একটা ধারা প্রকাশ করেছে: | 农业部官员Liu Denggao了解这项问题后,表示政府将限制毒性最强的农药生产、改变毒药色味、将化学品改为小包装,并教育大众如何妥善使用与存放农药。 |
23 | “চীন একমাত্র দেশ যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের আত্মহত্যার মাত্রা বেশী। | 但他也表示: |
24 | ৯০% এর মতো চীনা মহিলা যারা গ্রামের দিকে আত্মহত্যা করে তাদের কাছে বিষাক্ত কীটনাশক সহজলভ্য।” | 致命农药今日在地下交易大肆流通,在家中存放亦不完善,当人们暴怒或沮丧时,拿农药来自我了断也已很常见。 |
25 | চায়নাবাঊন্ডার তার বই থেকে অংশবিশেষ তুলে ধরেন, বলেছেন যে চীনে গ্রামীণ অঞ্চলে আত্মহত্যার মূল কারন দারিদ্র আর গৃহ নির্যাতন যা মহিলাদের সব থেকে বেশী আঘাত করে। | 面对高自杀率,韩国将宣布预防措施,部分亦与农药相关,2005年韩国自杀率在经济合作暨发展组织成员国中排名第一。 |
26 | তিনি লিখেছেন: | honeydhynnes论及韩国高自杀率背后部分原因: |
27 | “এই সমস্যা স্বীকার করে কৃষি মন্ত্রণালয়ের একজন উপ পরিচালক লিউ ডেঙ্গাও বলেছেন যে তার মন্ত্রণালয় অতি বিষাক্ত কীটনাশক উৎপাদন সীমিত করবে, বীজের রঙ আর গন্ধ পরিবর্তন করবে, রাসায়নিক বস্তু অল্প পরিমানে প্যাকেট করবে, আর জনগণকে কীটনাশকের সঠিক ব্যবহার আর সংরক্ষণ বিষয়ে শিক্ষা দেবে।” | |
28 | কিন্তু তিনি যোগ করেছেন: | 卧轨或服农药是有些人选择的自杀方式… |
29 | “দোকানের বাইরে জীবননাশক কীটনাশক পাওয়া যায়, বাড়ীতে ঠিকমতো রাখা হয়না, আর ক্ষনিকের রাগ বা হতাশার কারনে এই কম মূল্যের প্রতিশোধের উপায় সহজে বেছে নেয়ার সুযোগ থাকে।” | 就我所研究,自杀是韩国国内第四大死因,原因包括性别角色变化矛盾、经济艰困与家庭暴力,但却忽略了心理疾病与其它影响自杀率的社会条件。 |
30 | উচ্চ আত্মহত্যার হারের কারনে দক্ষিণ কোরিয়া রক্ষণাত্মক ব্যবস্থা ঘোষণা করবে, যার মধ্যে কিছু কীটনাশকের সাথে সম্পর্কিত। | Alex Schadenberg简述韩国政府未来的新措施: |
31 | ২০০৫ সালে ওইসিডি দেশেগুলোর মধ্যে দক্ষিন কোরিয়ার আত্মহত্যার হার সব থেকে বেশী ছিল। | 政府已决定协同十个部会,共同推行降低自杀率的措施,完整计划将于下周发布。 |
32 | দক্ষিন কোরিয়ার উচ্চ হারের আত্মহত্যার কিছু কারন হানিঢাইন্স আলোচনা করেছেন: … আমার গবেষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার আত্মহত্যা মৃত্যুর চতুর্থ সর্বোচ্চ কারন। | 行动方案包括:在火车月台装设玻璃门、紧缩销售农药与其它毒物的规范、改善社会福利制度、封锁鼓励自杀网站。 |
33 | এই হার পরিবর্তনশীল আর সংঘাতময় লিঙ্গের ভূমিকা, অর্থনৈতিক কষ্ট আর গৃহ নির্যাতনের প্রতিচ্ছবি। | 不过Pacific Thoughts博客的Simon Hatcher指出,政府未采取某些根本措施: |
34 | কিন্তু এটা মানসিক রোগ আর অন্যান্য সামাজিক কারন যা বিশেষভাবে এই পরিসংখ্যানে অবদান রাখে তাদের গুরুত্ব কমিয়ে দেয়।” | 我好奇的是,计划里完全没提到心理健康服务或预防自杀基础照护的角色,相关策略将于9月10日的世界自杀防治日公布,希望政府有参考其它国家的作法。 |
35 | অ্যালেক্স শাডেনবার্গ তার ব্লগে কোরিয়ান সরকারের নতুন ব্যবস্থা সম্পর্কে বলেছেন: | 危险! |
36 | প্যাসিফিক থটস এ সাইমন হ্যাচার উল্লেখ করেছেন যে কিছু দরকারী পদক্ষেপ এখনো বাদ আছে: | 农业! |
37 | “আশ্চর্যজনক যে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার ভুমিকা বা আত্মহত্যা প্রতিরোধে প্রাথমিক চিকিৎসার কথার উল্লেখ নেই। | 由Flickr用户colinbrown拍摄 |
38 | এই পরিকল্পনা বিশ্ব আত্মহত্যা দিবস সেপ্টেম্বর ১০ তারিখে ঘোষণা করা হবে- আশা করি অন্যান্য দেশ কিভাবে এটা করছে তারা তা দেখছে।” | 校对:Portnoy |