# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: ব্লগাররা লোক প্রশাসন নিয়ে আলোচনা করছে | 哈萨克斯坦:博客谈论公共行政议题 |
2 | এ দেশের ব্লগারা বোঝার চেষ্টা করেছে দেশে কি ঘটছে এবং কাজাখস্তানের লোক প্রশাসন কতটা সন্তোষজনক ভাবে চলছে। | 博客正在试图理解在哈萨克斯坦所发生的事情,以及该国公共行政是否适当。 |
3 | মেগাখুমিয়াক মনে করেন স্থানীয় রাজনৈতিক অভিজাত শ্রেণির ভবিষ্যত নির্ভর করছে তাদের শিক্ষা গ্রহণ করার ধারার উপর [রুশ ভাষায়]: | Megakhuimyak认为经由追踪教育趋势可知未来的地方政治精英[俄文]: |
4 | ২০ শতকের শুরুর দিকে এবং ১৯৭০-এর শেষের দিকে কাজাখস্তানের অভিজাত সম্প্রদায় রাশিয়া পড়তে যেত, বিশেষ করে মস্কোয়। | 在20世纪初和70年代末,哈萨克斯坦精英们通常在俄罗斯学习,特别是在莫斯科。 |
5 | তারপর ১৯৯০ এর শুরুতে তরুণরা তুরস্কে যেতে শুরু করে। | 而后,1990年代初期,青年多于土耳其学习。 |
6 | ১৯৯৮ সাল থেকে পড়ার জন্য ইউরোপ অথবা আমেরিকায় যাওয়া জনপ্রিয় হয়ে উঠতে থাকে। | 从1998年开始,在欧洲或美国学习成为流行。 |
7 | আমি আশা করছি আগামী ৫-১০ বছরের মধ্যে কেবল হাভার্ড অথবা পাশ্চাত্যের অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সার্টিফিকেট অর্জন করে আসা ব্যাক্তিদেরই কাজাখস্তানের সেরা সরকারী প্রতিষ্ঠানে দেখা যাবে। | 我期望,在5到10年内,从哈佛和其他西方国家大学的毕业生将成为哈萨克斯坦的主要官员,且影响力深远。 |
8 | পরবর্তীতে এর এক প্রভাব তৈরী হবে। থাউজেন্ড-পা অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন এবং খেয়াল করেছেন [রুশ ভাষায়]: | Thousand-pa回顾并提醒[俄文]: |
9 | নাজারবায়েভের ১৯ বছরের শাসনামল সমন্ধে কেউ একজন উপসংহার টানতে পারে, যে তিনি এ দেশে সফল একদল বিশাল পুঁজিবাদি গোষ্টী তৈরী করতে সমর্থ হয়েছেন। | 经过Nazarbayev总统19年的统治,可以结论出,他十分成功地建立了一流的大资本家。 |
10 | কিন্তু মধ্যবিত্ত শ্রেণির অবস্থা অনেক বেশী জটিল হয়ে গেছে। | 中产阶级的情况复杂得多。 |
11 | দারিদ্র, ১৯ বছর আগে যেমনটা ছিল, এখনও তেমনি আছে। | 至于贫困依然存在,一如19年前的情况。 |
12 | বড় বড় শহরে দারিদ্রতার হার কমে এসেছে, কিন্তু ছোট ছোট শহর ও গ্রাম্য এলাকায় সম্ভবত তা আগের চেয়ে বেড়ে গেছে [স্বাধীনতার সময় যতটা ছিল]। | 大城市的贫困程度有所下降,但在小城镇和农村地区,很可能增长甚至超过了以前的程度[独立开始之时]。 |
13 | সাডেনোভা বিস্মিত যে দুর্বল মানের আমলাতান্ত্রিক প্রশাসন থাকা সত্বেও সরকার এখনও সঠিক ভাবে চলছে [রুশ ভাষায়]: | Sadenova感到惊讶的是:尽管官僚管理的品质差,其政府系统仍然稳定[俄文]: |
14 | আমাদের দেশ এক অদ্ভুত দেশ। | 我们的国家是如此惊人。 |
15 | এই দেশ অপেশাদারদের দেশ। | 这是一个非专业人士的国家。 |
16 | এখানে আপনি আসবেন আর পাবেন ভীতিকর এক “মানব সম্পদ”। | 只要您身处其中,就可发现可怕的「人力资源」。 |
17 | এমন দেশ বাস্তবে ব্যর্থ হবার কথা, কিন্তু কোন এক কারণে তা হয়নি… | 在技术上而言,这样的国家应是失败的,但它因为某种原因并未如此… |
18 | [যখন বিশ্ব অর্থনীতি সর্তক করে দিচ্ছে যে সম্ভবত দ্বিতীয় দফায় এক মন্দা আসছে] কাজাখস্তানের সরকারী কর্মকর্তার এই প্রাক-মন্দায় কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে ইতিমধ্যে এক “সৃষ্টিশীল উন্নয়ন” নিয়ে আলোচনা করেছে। | [虽然世界经济学家警告说,第二阶段的危机可能正到来]哈萨克斯坦的官员,已经在讨论危机后的「创新发展」。 |
19 | বেশীর ভাগ সময় যা হয়, এমনকি কাজাখস্তানেও এই সমস্যার এক বিশেষ জাতীয় সমাধান রয়েছে! | 在哈萨克斯坦,甚至连危机都有具体的民族特色! |
20 | আমার বন্ধুরা সাধারণভাবে ব্যাখা করেন, কোথা থেকে এই আশাবাদ তৈরী হয়, “তেলের দাম সামান্য বেড়ে গেছে। এই কারণে প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন নিরুদ্বেগ, তারা তাদের টাই এর বাঁধন খুলে ফেলেছেন এবং হুইস্কির পেয়ালায় চুমুক দিচ্ছেন”। | 我的朋友大概解释了这样的乐观来自于:「石油价格已经稍微成长,让这些人感到更加放松,拉松了他们的领带,并喝了杯威士忌。」 |
21 | এই লেখাটি নিউইউরাশিয়াও পোস্ট করা হয়েছে। | 校对:Portnoy |