Sentence alignment for gv-ben-20121221-34127.xml (html) - gv-zhs-20121220-11930.xml (html)

#benzhs
1কাতালোনিয়া: স্পেন থেকে স্বাধীন হয়ে কী করবে?加泰隆尼亚:为何追求独立?
2এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ। ১১ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে ভায়া লাইয়েতানা'তে (বার্সেলোনা) স্বাধীনতার জন্যে সমাবেশ।2012年9月11日在巴塞隆纳举行的独立游行活动,照片由Lohen11拍摄,来自Wikimedia Commons,依据创用CC BY-SA 3.0授权使用
3উইকিমিডিয়া কমন্সে লোহান১১ (সিসি বাই-এসএ ৩.
4০) ২৫শে নভেম্বর, ২০১২ কাতালানরা একটি তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটের দিকে অগ্রসর হয়েছে।
5স্বাধীনতার জন্যে বার্সেলোনাতে সংঘটিত একটি বিশাল সমাবেশের মাত্র দুই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রদানকারীদের সংখ্যা ৩০ বছরের সর্বোচ্চ প্রায় ৭০%-এ উন্নীত হয়েছিল এবং আত্মনির্ধারণের (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) জন্যে একটি গণভোট অনুষ্ঠানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ চারটি রাজনৈতিক দল রক্ষণশীলদের (পিএসসি-পিপি-সি) চেয়ে দ্বিগুণের বেশি আসন লাভ করেছে।今年九月间,西班牙巴塞隆纳才出现主张独立的大规模游行活动,时隔两个月,加泰隆尼亚地区于11月25日提前举行区域大选,投票率将近七成,创30年新高,支持公投的四个政党(CiU-ERC-ICV-CUP)席次大增,比坚持维持现况的政党(PSC-PP-C)席次高出一倍以上,且无论是执政的中间偏右政党CiU,或是倾向社会主义的PSC,两大政党得票均大幅下滑。
6তাৎপর্যপূর্ণভাবে, কাতালোনিয়ার প্রধান দু'টি দল - শাসক মধ্য-ডানপন্থী সিআইইউ এবং সমাজতান্ত্রিক পিএসসি - শোচনীয়ভাবে পিছিয়ে যায়। সেই অনুসারে, মনে হচ্ছে কাতালোনিয়া এখন বাকি স্পেনের সঙ্গে তার বন্ধন সম্পর্কে একটি গণভোটের দিকে যাচ্ছে এবং তারা প্রধান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালনায় বিশ্বাস করে না।如此看来,加泰隆尼亚似乎将举办公投,决定是否脱离西班牙独立,且选民显然不信任由主要政党筹备,但西班牙中央政府当然不会轻易放手,独裁者法兰科(Francisco Franco)政权垮台后,西班牙于1978年颁布的宪法明定,任何企图分裂国家的行为皆属违法。
7স্পেন অবশ্য কাতালানদের ভোট প্রদানের কাজটি সহজ করবে না, যেহেতু ফ্রান্সিসকো ফ্রাংকোর স্বৈরশাসনের পতনের পর ১৯৭৮ সালে লিখিত দেশটির সংবিধানে স্পেনকে বিভক্ত করার যে কোন প্রচেষ্টা অবৈধ বিবেচিত।除了文化差异,加泰隆尼亚许多民众支持独立,觉得有机会打造更高效能、更民主、更透明、更创新的国家,摆脱目前身陷经济危机的西班牙,也不必再忍受政治晦涩与权力分赃。
8সাংস্কৃতিক পার্থক্যের কথা বাদ দিলেও অনেক কাতালান স্বাধীনতার প্রতি আকৃষ্ট বোধ করছে কারণ এটি তাদেরকে আরো দক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উদ্ভাবনী একটি নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ প্রদান করবে।
9একটি স্বাধীন কাতালোনিয়া সদা অর্থনৈতিক সংকট, অস্বচ্ছতা এবং পৃষ্ঠপোষিত রাজনীতি আক্রান্ত আজকের স্পেন থেকে অনেক আলাদা হতে পারে।不过西班牙现有建制自七零年代末期延续至今,加泰隆尼亚纵然独立,就能轻易扫除所有积习吗?
10তবে একটি স্বাধীন কাতালোনিয়া কী ১৯৭০ এর দশকের শেষ ভাগ থেকে স্পেনে আধিপত্যশীল প্রাতিষ্ঠানিক গতিশীলতার ভাঙ্গনে নেতৃত্ব দিতে পারে? আশাবাদীরা তাই বিশ্বাস করে।不少人相当乐观,认为独立后经济活力前景可期,只要排除贸易壁垒便大有可为,可是经济发展不只牵涉资源充沛与否,经济学家Jordi Galí在加泰隆尼亚一份报纸投书,经Wilson Initiative译为英文,其中指出:
11উদাহরণস্বরূপ, একটি স্বাধীন কাতালোনিয়ার অর্থনৈতিক সম্ভাব্যতা ব্যাপকভাবে আলোচিত এবং সেটা ততদিন পর্যন্ত সম্ভব যতদিন সামান্য কয়েকটি বাণিজ্য বাধা থাকবে। তবে সম্ভাব্যতা শুধু যথেষ্ট সম্পদ থাকার ব্যাপার নয়।包括世界银行营商报告、世界竞争力报告等,这些资料均证实任何企业经理人早已明白的事,产能创造财富,而西班牙制度架构毫不理想,因此若成立新国家,将有机会重新开始,建立远大又广泛参与的流程,既可着眼于未来,又不会受过去拖累。
12একটি কাতালান সংবাদপত্রের উপসম্পাদকীয়তে অর্থনীতিবিদ ইয়োর্দি গালির লেখা অনুবাদ করেছে উইলসন উদ্যোগ:但社会若以政治分赃为基础,能够创造多少产能?
13এই প্রতিবেদন [“বিশ্বব্যাংকের ব্যবসা”] এবং বিশ্বব্যাংকের প্রতিযোগিতামূলক প্রতিবেদনের মতো একইধরনের অন্য কোনটি কোনো ব্যবসা ব্যবস্থাপকের জন্যে যা প্রয়োজন শুধু সেটা নিশ্চিত করে: উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সম্পদ সৃষ্টির আদর্শ পরিস্থিতি থেকে স্প্যানিশ প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অনেক দূরে রয়েছে।
14সুতরাং গোড়া থেকে একটি নতুন রাস্ট্র নির্মাণ অতীতের ভারমুক্ত ভবিষ্যতমুখী একটি উচ্চাভিলাষী এবং আকর্ষক প্রক্রিয়া শুরু করার অনন্য সুযোগ সৃষ্টি করে। কিন্তু পৃষ্ঠপোষিত রাজনীতি ভিত্তিক একটি সমাজ কিভাবে উৎপাদনশীল হতে পারে?Adrià Alsina向Acemoglu与Robinson的著作“Why Nations Fail”寻找灵感,在e-notícies网站主张改变加泰隆尼亚地区权力结构:
15এসমোগলু এবং রবিনসন লিখিত জাতি কেন ব্যর্থ হয় বই থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এদ্রিয়া এলসিনা কাতালোনিয়ার ক্ষমতার কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ই-নোটিসিসে[কাতালান ভাষায়] লিখেছেন:
16শোষক অভিজাতরা সরকারী ক্ষমতা এবং বড় বড় পরিষেবা কোম্পানীগুলো নিয়ন্ত্রণ করে একটি সামাজিক শ্রেণী গঠণ করে ঠিক পোষক থেকে পরজীবীর মতো করে দেশ থেকে সম্পদ শুঁষে নেয়।矿业菁英掌握公权力与大型服务公司,形成控制国家财富的阶级,一如寄生虫抓住宿主不放,他们声称是为国家利益、公共服务或保护地方产业,但总是在保护少数人士特权,牺牲多数民众利益。
17তারা একে জাতীয় স্বার্থ, সরকারী পরিষেবা বা স্থানীয় শিল্পের সুরক্ষার ছদ্মাবরণ দিলেও তা সবসময় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপর সংখ্যালঘুর সুবিধার সেই একই সুরক্ষায় পর্যবসিত হয়।
18একটি ফলোআপ নিবন্ধে [কাতালান ভাষায়] তিনি বলেছেন:他亦在后续文章提到:
19নিজস্ব রাষ্ট্রে পৌঁছাতে পারলে কাতালোনিয়া এই জোয়াল থেকে পরিত্রাণ লাভের সুযোগ।若加泰隆尼亚独立建国,就有机会抛开枷锁,但也可能用另一群菁英取代矿业菁英。
20তবে এটা শুধুমাত্র কিছু শোষক অভিজাতের প্রতিস্থাপনও হতে পারে। … আগামী বছরগুলোতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যেকার যে ভয়ানক অশুভ আঁতাত আমাদেরকে বিপর্যয়ের নিয়ে যাওয়া এই কাঠামোটি পাল্টানোর সুযোগ রয়েছে।我们在未来几年有机会改变这套结构,过去因为经济与政治菁英同流合污,令我们卷入风暴,半公营银行为政治人物与营建商效劳,造成房地产泡沫化,且加泰隆尼亚多数企业仍是从法兰科时代遗留至今。
21রাজনীতিবিদ এবং নির্মাণ ব্যবসায়ীদের সেবাদানকারী আধা-সরকারী ব্যাংকগুলির অর্থায়ণপুষ্ট জমি ও গৃহায়ণ ব্যবসার বুদ্বুদের বিপরীতে অধিকাংশ কাতালান কোম্পানীগুলো এখনো ফ্রাংকোর আমলে পড়ে রয়েছে।
22প্রক্রিয়াটি প্রধান মধ্য-ডানপন্থী পার্টি সিআইইউ'র নেতৃত্বাধীন থাকায় কেউ কেউ সন্দেহ করেন এই কাঠামোগত পরিবর্তন সম্ভব কিনা।
23উদাহরণস্বরূপ, ৬,৮১০ জন অনুসরণকারী সম্বলিত ব্লগ এবং টুইটার একাউন্ট @সিআইইউয়েন্সরবা(‘সিআইইউ আমাদের লুণ্ঠন করছে') এর টুইটার প্রোফাইল বর্ণনায় বলেছে:不过有些人质疑,若仍由立场中间偏右的政党CiU推动,结构革新恐怕很难。
24কাতালোনিয়া চোরমুক্ত একটি স্বাধীনতার দাবিদার।例如博客兼Twitter用户@CiUensRoba拥有6810人关注,帐号简介提到:
25সিআইইউ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিচয়, কল্যাণ… চুরি করেছে এবং এটা করতে থাকবে! অন্যরা যুক্তি তুলে ধরেছে যে স্পেন থেকে স্বাধীনতার চেয়ে দুর্নীতির অবসান সাধারণভাবে আরো অনেক বেশি জরুরী।加泰隆尼亚理应在没有窃贼的条件下独立,CiU过去偷走我们的自由、主权、认同、福利…未来也不会变!
26@মোরাগাসান্তি: কাতালান মরুদ্যানে (জনগণের জন্যে অবশ্যই) খুর্মা-খেজুর নেই।其他人则认为,相较于脱离西班牙独立,肃贪更加迫切:
27আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পিঠে রাজনৈতিক দুর্নীতির সেই থলে বহন করবো কী?@Moragasanti:加泰隆尼亚独立并无时间表,我们想要独立,但还得背负这些政治贪污包袱吗?
28@আফারাস্ক: কথিত দুর্নীতিতে পিএসসি নেতাদের অভিযুক্ত করতে ম্যাজিস্ট্রেটরা #২৫ন+২ (দিন) পর্যন্ত অপেক্ষা করেছে কাতালোনিয়ার চেয়ে বিচার বিভাগীয় স্বাধীনতা বেশি জরুরী
29স্বাধীনতার একটি প্রক্রিয়া অঞ্চলটির রাজনৈতিক এবং অর্থনৈতিক শৃংখলে নাড়া দিবে।@afarrasc:行政法官等到大选结束后,才以贪污罪起诉PSC领导人,司法独立比加泰隆尼亚独立更加急迫。
30তবে, সামাজিক এবং ক্ষমতার গতিপ্রকৃতিতে নাড়া দিতে একটি গণভোটের চেয়ে অনেক বড় কিছু দরকার। এটা কী একটা প্রথম পদক্ষেপ হতে পারে?独立建国流程将撼动区域政治与经济秩序,但若要撼动社会与权力结构,一场公投恐怕还不够,能否以公投做为第一步?