Sentence alignment for gv-ben-20080606-981.xml (html) - gv-zhs-20080607-1139.xml (html)

#benzhs
1বাংলাদেশ: আপোষকৃত প্রচারমাধ্যম孟加拉国:怯懦的媒体
2সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে বাংলাদেশে জাঁকিয়ে বসল প্রচার মাধ্যমের পরীক্ষাও শুরু হলো। ২০০৭ এর জুনে হিমাল সাউথ এশিয়া ম্যাগাজিনের এক বিশেষ প্রতিবেদন উল্লেখ করেছে যে বাংলাদেশের বাংলা ও ইংরেজী প্রচার মাধ্যম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে:自军方支持的临时政府宣布孟加拉国进入紧急状态后,国内媒体便备受考验,2007年6月《Himal South Asian》杂志的独家报导指出,国内孟加拉国语与英语媒体已失去公信力:
3সামরিক শাসনের সময় বাংলাদেশীরা প্রচারমাধ্যমকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায়, কিন্তু সাংবাদিকরা লোকানুবর্তিতার কাছে আত্মসমর্পন করেছে এবং কর্তৃপক্ষের ভয়ে আতংকগ্রস্ত হয়ে পড়েছে।在军事执政时期,孟加拉国民众期望见到媒体的领导力,但记者却甘心受民粹主义欺负、因恐惧当局而屈服。
4এক বছর পরেও অবস্থার পরিবর্তন হয় নি; প্রকৃতপক্ষে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে।时隔一年,情况并未改变,反而每况愈下。
5আনহার্ড ভয়েস ব্লগ বাংলাদেশী প্রচারমাধ্যমকে নিয়ে উৎকন্ঠিত হবার এমন কিছু ঘটনার বিবরণী দিয়েছে, এর মধ্যে সাম্প্রতিক সময়ের মর্মান্তিক কয়েকটা ঘটনা হচ্ছে:Unheard Voices博客列出孟加拉国媒体所出现的事件,也包括近期情况:
6মে ২, ২০০৮: যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান কোন কারণ উল্লেখ ব্যাতিরেকেই পদত্যাগ করেছেন এবং তুলনা মূলক অপরিচিত শহিদুল হক খান সে পদে আসীন হয়েছেন। তার প্রথম সম্পাদকীয়তে সরকারের প্রতি পক্ষপাত প্রদর্শন করা হয়েছে যা পত্রিকাটির জন্য একটা আমূল পরিবর্তন।2008年5月2日:《Jai Jai Din》日报编辑Shafiq Rehman无故辞职,接任者Shahidul Haq Khan没没无闻,他的首篇社论亲政府色彩强烈,与该报过往大不相同。
7মে ১২: সব প্রধান (পত্রিকার) সম্পাদকবৃন্দ একটা যৌথ বিবৃতি দিয়েছে: “এটা লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থা প্রচারমাধ্যমের কাজের হস্তক্ষেপ করছে”, বিবৃতিতে বলা হয়।
8“জরুরী অবস্থার মধ্যে প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে না।5月12日:所有主要报纸编辑发布联合声明:
9প্রচার মাধ্যমের প্রতিদিনের কার্যক্রমের উপরে নিয়মিত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়”, বিবৃতি বলা হয়।「我们注意到,包括军方与行政单位都在干预媒体运作,媒体在紧急状态下无自由,但我们无法接受干预媒体日常作业。」
10ইন দ্যা মিডল অব নোহোয়্যার এর রুমি আহমেদ আরো ভেতরের চিত্র তুলে ধরেছেন:In the Middle of Nowhere博客的Rumi Ahmed提出看法:
11যায়যায়দিনের এই সম্পাদকীয়তে আতাউস সামাদ/নুরুল কবিরের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে কিভাবে যায়যায়দিনের মালিক ডিজিএফআই (ডিফেন্স ফোর্সেস ইন্টেলিজেন্স) এর চাপে শফিক রেহমানকে চাকুরীচ্যুত করেছে। এই সম্পাদকীয়ের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে কয়েকটা ইলেকট্রনিক মিডিয়ার পরিচালককে এই সভায় (পরিচালকদের) আসতে নিষেধ করা হয়েছে।《Jai Jai Din》的社论[孟加拉国文]引述Ataus Samad/Nurul Kabir的说法,指称该报高层是如何受到军方情报单位胁迫,不得不开除旧编辑,社论中亦透露,情报单位还要求部分电子媒体主管不要出席这场编辑会议。
12তিনি প্রশ্ন করেছেন, “আমরা কি গেস্টাপো যুগে ফিরে গেলাম?”他想问:
13বহুল প্রচারিত ইংরেজী দৈনিক দি ডেইলী স্টার এ এমন একটা রূপান্তর বেশ পরিবর্তন বেশ প্রকট।我们回到盖世太保时代了吗?
14গত ফেব্রুয়ারীতে প্রকাশিত একটা সম্পাদকীয়তে বড়াই করা হয় যে দৈনিকটি ‘ভয় বা পক্ষপাত হীন সাংবাদিকতা'র ১৭ বছর পার করেছে। অথচ কিছু দিন পরেই মানবাধিকার পর্যবেক্ষণ যখন ডেইলী স্টারের একজন সাংবাদিক তাসনিম খলিল (সিএনএন ও হিউম্যান রাইটস ওয়াচ ইন বাংলাদেশের প্রতিনিধি) এর প্রতিনিধি এর নির্যাতনকে গুরুত্ব দিয়ে একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, এই পত্রিকাটি সে সংবাদ জানাতে বা মন্তব্য করতে অসমর্থ হয়।知名英语报纸《每日星报》亦有重大转变,在今年二月刊出的社论中,强调17年的「新闻生涯公正不偏颇」,不过几天之后,Human Rights Watch公布孟加拉国虐囚情况独家报告,特别指出《每日星报》记者Tasneem Khalil的证词,他也是有线电视新闻网CNN与Human Rights Watch组织的孟加拉国代表,但《每日星报》对此却未有只字词组,该报一位记者在E-Bangladesh的看法是:
15দি ডেইলী স্টারের একজন সাংবাদিক ই-বাংলাদেশ এ প্রতিবেদন সন্বন্ধে তার প্রতিক্রয়া ব্যক্ত করেছেন: সংবাদপত্রের কণ্ঠ এখনও শক্তভাবে রোধ করা।媒体仍严重受到箝制,记者在报导中不能出现任何批评军方的负面字眼,一年多以来都是如此,Tasneem Khalil和Arifur Rahman的事件背后当然有原因。
16আমরা এখনও আমাদের প্রতিবেদনে সামরিকদের কোন নেতিবাচক বিষয় সম্বন্ধে কিছু লিখতে পারি না।
17প্রায় বছরের বেশী সময় ধরে এমন চলছে।
18তাসনিম খলিল এবং আরিফুর রহমানের ঘটনা এই কারনেই ঘটেছে।
19এখানে উল্লেখ করা যায় যে ডেইলী স্টারের সহযোগী বাংলা পত্রিকা প্রথম আলোর একটা সংখ্যায় প্রকাশিত অভিযুক্ত কার্টুনিস্ট আরিফুর রহমানের একটি নিরীহ কার্টুন (নবী মুহাম্মদকে উদ্ধৃতি করে) ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে সাজা দেওয়া হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয় এবং সম্প্রতি ছয় মাসের আটকাদেশের পর আদালত তাকে মুক্তি দেয়।漫画家Arifur Rahman因为在《每日星报》姐妹报《Prothom Alo》的副刊中,刊出一幅无伤大雅的漫画(其中引述先知穆罕默德),遭政府以损害宗教人士情况罪名起诉,他也因叛乱罪遭判刑,最近才刚服完六个月刑期出狱,相较于主流媒体都没兴趣采访Arifur Rahman,博客兼记者Omi Rahman Pial率先访问他之后,将内容刊登在他的孟加拉国语博客(主流媒体显然不会刊登),这篇文章吸引数百篇响应,也有些对媒体在此事角色上的强烈言辞,各位可以在E-Bangladesh看到访谈英文版。
20যখন বাংলাদেশের বিশাল প্রচার মাধ্যম জগতের কেউ আরিফের কাহিনী শুনতে ও প্রকাশ করতে মাথা ঘামালো না, একজন ব্লগার ও সাংবাদিক অমি রহমান পিয়াল মুক্তির মাস খানেক পরে তাকে খুঁজে বের করে তার সাক্ষাৎকার গ্রহণ করেন এবং তার বাংলা ব্লগে তা প্রকাশ করেন (স্বাভাবিকভাবেই প্রধান প্রচার মাধ্যমগুলো তা প্রকাশ করতে রাজী হয়নি)।Dhaka Shohor博客里,则出现捍卫《每日星报》立场的言论,一名编辑留下响应力守该报立场,该篇文章仔细分析《每日星报》的一篇专栏,其中认为孟加拉国并无媒体自由受限情事,这篇专栏写道:
21পোস্টটি শতাধিক মন্তব্যে সমৃদ্ধ হয় এবং প্রচারমাধ্যমকে এ বিষয়ে তাদের ভূমিকাকে তীব্রভাবে আক্রমন করা হয়।这是孟加拉国首次无记者受害、受骚扰、遭判刑等,这些国家进入紧急状态后史无前例的情况。
22আপনি এই সাক্ষাৎকারের ইংরেজী সংস্করণ পড়তে পারেন ই-বাংলাদেশে।Dhaka Shohor则指出:
23এবং সবিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল দি ডেইলী স্টারের সাম্প্রতিক ভূমিকা ঢাকা শহর ব্লগ প্রশ্নবিদ্ধ করলে বেশ কৌতুহল-উদ্দীপক একটি ঘটনা ঘটে।但该报编辑肯定知道同事Tasneem Khalil去年五月发生什么事!
24উক্ত পত্রিকার একজন সম্পাদক সেখানে তাদের কর্মকান্ড সাফাই গেয়ে মন্তব্য করতে থাকেন।之后响应区讨论非常热烈,《每日星报》编辑留言表示报纸误刊该文,是因人力不足而未尽查证工作。
25পোস্টটি পত্রিকায় প্রকাশিত একটা উপ-সম্পদাকীয়ের ব্যবচ্ছেদ করে যেখানে আরো অনেক তোষণের মত বলা হয় পোস্টটিতে ছেঁটে ফেলা হয় একটা পত্রিকায় যেখানে বলা হয় বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে কোন নিয়ন্ত্রণ আরোপ করা হয় নি এবং বলে:
26বাংলাদেশে প্রথম বারের মত সাংবাদিকদের উপরে কোন নিপীড়ন, শাস্তি প্রদান বা হেনস্তা করার ঘটনা ঘটে নি।一位匿名读者表示:
27জরুরী অবস্থা জারি কৃত একটা দেশে এমন ঘটনা নজির বিহীন।在此例中,文章完全蔑视现实,任何孟加拉国媒体从业人员肯定是极端无能,才会没发现媒体自由受限问题。
28ঢাকা শহর তুলে ধরে:这些媒体行为背后动机为何?
29কিন্তু এই পত্রিকার সম্পাদকেরা নিশ্চিতভাবেই জানে যে তাদের একজন সহকর্মী (তাসনিম খলিল) এর ভাগ্যে কি ঘটেছিল গত মে মাসে!是受到限制或压力?
30মন্তব্যের অংশে উত্তপ্ত বিতর্কের ঝড় বয়ে যায় যখন ডেইলী স্টারের এই উপ-সম্পাদকীয় সম্পাদক অজুহাত দেখান যে এটা ভুলে প্রকাশ করা হয়েছিল কারণ লোকবলের অভাবে তারা উপ-সম্পদাকীয়র তথ্যের সত্যতা যাচাই করতে পারে নি।
31নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেছেন:还是为自身利益而不想漟混水?
32উপ-সম্পাদকীয় যদি সংশয় থেকেও থাকে - বিষয়টি ছিল স্পষ্টত:ই অস্বীকার, এবং বাংলাদেশের সাংবাদিকতার সাথে জড়িত যে কাউকে প্রচণ্ড মাত্রায় গর্দভ হতে হবে এই খবর সম্পর্কে অজ্ঞ থাকতে।
33তাহলে প্রচার মাধ্যমের এ ধরনের কর্মকান্ডের উদ্দেশ্য কি - তাদের কি বাধা বা চাপ প্রদান করা হচ্ছে অথবা মালিকের অর্থনৈতিক স্বার্থে বিঘ্নিত হতে ন দেয়া?现在最重要的问题是,媒体该如何脱离自我箝制的囿限,才能大胆说出真相?
34এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে প্রচার মাধ্যম এই স্বআরোপিত নিয়ন্ত্রণের হতাশাজনক গহ্বর এবং তোষণ থেকে কিভাবে মুক্তি পাবে এবং সত্য বলতে সাহসী হবে?校对:julys