# | ben | zhs |
---|
1 | থাইল্যান্ড কি তার নূন্যতম মজুরী বাড়াবে ? | 泰国:是否调涨最低薪资? |
2 | প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এবং তার রাজনৈতিক দল ফিউ থাই পার্টি নির্বাচনী প্রচারণার সময় যে প্রতিশ্রুতি প্রদান করে, এই প্রতিশ্রুতি অনুসারে দেশটির বর্তমান নূন্যতম মজুরী দৈনিক ১৬০ বাথ থেকে বাড়িয়ে ৩০০ বাথের (১০ মার্কিন ডলার) সমান করা হবে। ইতোমধ্যে ঘোষণা প্রদান করা হয়েছে যে এই মজুরী বৃদ্ধির বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রী লাভ করা সদ্য চাকুরী গ্রহণ করা ব্যাক্তি যে নতুন বেতন লাভ করবে (১৫,০০০ বাথ বা ৫০০ মার্কিন ডলার বেতন পাবে) তা এই বছরের অক্টোবর মাস থেকে কার্যকর হবে। | 泰国总理盈拉(Yingluck Shinawatra)与执政党为泰党(Pheu Thai)先前有一项竞选政见,要将每日最低薪资从160铢提高至300铢(10美元);她胜选后,政府宣布新制将于明年实施,而大学毕业生的新版薪资标 准(15000铢/500美元)则于今年十月生效。 |
3 | যেমনটা ধারনা করা হয়েছিল, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রস্তাবিত এই নূন্যতম মজুরী বৃদ্ধির বিষয়টির বিরোধীতা করেছে। সরকার, বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী এই মজুরী সংস্কারের আগে তাদের সাথে আলোচনায় বসবে। | 不出所料,产业界高声反对调涨最低薪资,政府则向民间保证,改革前必先谘询各界,以下拣选博客对此事的反应。 |
4 | এখানে এই বিষয়ে ব্লগারদের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল: এন্ড্রু স্পুনার, নূন্যতম মজুরী প্রদানের বিষয়টি ঠিক করার আগে আরো গবেষণার আহ্বান জানিয়েছে। | Andrew Spooner主张先经过完整研究,做为调整最低薪资的立论基础: |
5 | আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রমাণের দ্বারা সৃষ্টি বিতর্কের বদলে একটা ঘটনা প্রত্যক্ষ করা, যেটি থাইল্যান্ডের নূন্যতম মজুরী বৃদ্ধির সুবিধা এবং তার ফলে সম্ভাব্য সমস্যা কি ধরনের হতে পারে সেই বিষয়ে, যা যথাযথ মজুরী বৃদ্ধির এক শেষ সীমানা। | 目前社会似乎未参考证据来讨论调高泰国最低薪资的利弊,只听到有些人高声批判民选政府,完全不顾社会贫民的生活,这些人过去不是一逮到机会,就会高呼“国家团结”吗? |
6 | এক উন্মুক্ত স্বর, সমাজের সবচেয়ে গরীব সম্প্রদায়ের জন্য যা ভালো তা স্থাপন করার পরিবর্তে জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত এক সরকারকে উপেক্ষা করতে আগ্রহী ( এরা কি সেই একই জনতা নয়, যারা যে কোন সময় সুযোগ যে কোন মূল্যে “জাতীয় ঐক্য” নিয়ে আওয়াজ তোলে?)। | |
7 | প্রাচিতাই -এ হ্যারিসন জর্জ এই বিতর্কের মূল বিষয়টি উল্লেখ করেছেন। | Harrison George在Prachatai提到议论重点: |
8 | নূন্যতম মজুরী কি অর্থনীতির সর্বনিম্ন স্তরে থাকা গরীব জনগোষ্ঠীর ব্যায় ক্ষমতা বাড়িয়ে তুলবে কিনা তা আরেকটি বিষয়, কিন্তু আমরা যা পেলাম তা হচ্ছে ফিউ থাই পার্টি মজুরী বাড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেছিল এবং কেবল উপরওয়ালা জানে, তাদের কতটা পুঁজিবাদী কর্মচারী রয়েছে, যার ফলে তারা অবশ্যই জানবে যে তারা নিজেদের কিসের মধ্যে ফেলে দিচ্ছে। | 制定最低薪资后,究竟能否提高社会底层民众的消费力,那是另一回事,但目前制度如此,为泰党先前承诺要调涨,但天知道他们背后有多少资本主义雇主做靠山,希望他们明白自己目前的处境。 |
9 | তাহলে তা পালন করুন এখনই | 快调涨吧。 |
10 | সুথিচাই ইয়ুন নতুন প্রধানমন্ত্রীর সঙ্কটের বিষয়টি উল্লেখ করেছে। | 立刻实施。 |
11 | নির্বাচনে জয়ের জন্য সে জনপ্রিয় নীতি (ওয়াদা প্রদান) ব্যবহার করেছে। | Suthichai Yoon指出,新总理“运用民粹政策赢得选票”,如今落入两难: |
12 | : এখানে সেই সব প্রস্তাবিত বিষয়, যা পালন করা যাবে না: ১. | 以下是建议政府不该做的事: |
13 | চালের জন্য প্রদান করা প্রতিশ্রুতি, যা ধান উৎপাদনের জন্য প্রতি টনে ২০,০০০ বাথ পর্যন্ত ভর্তুকি প্রদান করার সেই পুরোনো প্রতিশ্রুতি। | 一,恢复稻米保证收购价格,每吨最高二万泰铢。 |
14 | ২. দক্ষ শ্রমিকদের নূন্যতম মজুরী ৩০০ বাথে বৃদ্ধি করা এবং সদ্য স্নাতক ডিগ্রী অর্জন করে চাকুরিতে যোগদান করা কর্মীদের বেতন জানুয়ারী ২০১২-এর মধ্যে ১৫,০০০বাথে পরিণত করা। ৩. কর্পোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৩ শতাংশ করা। | 二,自2012年元月起,提高技术劳工最低薪资至每日300铢,社会新鲜人月薪最低增至15000铢。 |
15 | ৪. প্রাথম ১ আপ (ফার্স্ট গ্রেড বা প্রাথমিক পর্যায় ) শ্রেণী থেকে সকল ছাত্রদের জন্য ট্যাবলেট কম্পিউটার প্রদান করা ৫. | 三,企业税率由30%降至21%。 |
16 | লম্বা সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য ভূমিতে একটা সেতু স্থাপন, কিন্তু এগুলো ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, তাই নয় কি? | 四,提供平板电脑给每位学生。 |
17 | এখন তারা এই সঙ্কট থেকে কি ভাবে বের হয়ে আসবে, যা একজন রাজনীতিবিদের দায়িত্ব যে কিনা নির্বাচনে জয়ের জন্য জনপ্রিয়তা অর্জনের নীতিসমূহ ব্যবহার করেছে, এটি জানা সত্বেও যে বাস্তবে এই সব নীতি প্রয়োগ করা সম্ভব নয়। | 五,兴建陆路大桥确保长期能源供应稳定。 |
18 | দেনিয়োজোফিসারান, স্মরণ করিয়ে দিচ্ছে ইংলাক যেন তার প্রতিশ্রুতি পালন করে: | 但这些不正是执政党的竞选承诺吗? |
19 | নির্বাচনী প্রচারণার সময় ইংলাক ছিল এক মিষ্টি আম, যা কিনা থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপুর্ণ এলাকার লক্ষ লক্ষ “ঘরোয়া মাছিকে” আকৃষ্ট করেছে। | 政治人物利用民粹政策获得选票,就得想办法脱离这个困境,因为他们心知肚明,这些政见根本无法落实。 |
20 | এখন সংসদীয় আসন সংখ্যা বিবেচনায় আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন! | Denyzofisarn要求盈拉不能食言: |
21 | সারা দেশে শ্রমিকদের নূন্যতম মজুরী ৩০০ বাথ করুন, এখন সংসদে আপনার ৩০০ সাংসদ রয়েছে। আপনারা এখন ঝড় তুলতে পারেন, পারেন না কি?! | 盈拉在竞选期间就像颗甜美的芒果,在泰国最重要地区吸引无数家蝇,获得众多议员席次,快兑现承诺! |
22 | ডেমোক্র্যাটিক ভয়েসস অফ বার্মার আইয়ে নাই থাইল্যান্ড যে ৪০ লক্ষ অভিবাসী শ্রমিক রয়েছে তাদের উপর ন্যূনতম মজুরী বৃদ্ধির প্রভাব কি হবে তাই নিয়ে লিখেছে। | 动用国会逾300名成员,将全国最低日薪增至300泰铢,你真是一手掀起风暴啊。 |
23 | থাইল্যান্ডের বিদেশী শ্রমিকের ৮০ শতাংশ বার্মার নাগরিক। কো আইয়ে এক সমাজ সেবা কর্মী (কমিউনিটি ওয়ার্কার) যে কিনা থাই সীমান্তের শহর মায়ে সোট-এর অভিবাসীদের সাহায্য করে থাকে। | Aye Nai在Democratic Voice of Burma提及,最低薪资提高后,会对泰国逾400万移工造成什么冲击,其中约八成移工来自缅甸: |
24 | সে বলছে যে “ এই মজুরী কাঠামোর বিষয়টি অভিবাসী কর্মীদের কাছে বেশ আনন্দদায়ক শোনাচ্ছে” তবে বর্তমানে যে নূন্যতম মজুরী কাঠামো রয়েছে, তারা সেটিও খুব কম সময় পেয়ে থাকে। | Ko Aye是缅甸社区工作者,协助泰国边境城镇Mae Sot的移民,认为虽然这些政策“对移工听起来很好”,但实际上他们却鲜少获得最低薪资。 |
25 | সে এর সাথে যোগ করেছে, এখন আরো অনেক বেশী কোম্পানী অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইনের প্রয়োগ না থাকার সুবিধা গ্রহণ করবে। | 他另指出,更多企业可能因为关于移民的劳工法规执行不彰,继续剥削他们,多数移工从事低技术产业,工作环境通常也不如泰国劳工。 |
26 | অভিবাসী শ্রমিকদের বেশীরভাগই অদক্ষ শ্রমযুক্ত শিল্পে কাজ করে, যারা প্রায়শই থাই শ্রমিকদের মত কাজের পরিবেশ পায় না। | 本文缩图来自Flickr用户jenny downing,依据创用CC BY 2.0授权使用 |