Sentence alignment for gv-ben-20111129-21491.xml (html) - gv-zhs-20120513-10950.xml (html)

#benzhs
1থাইল্যান্ড: বন্যার হাত থেকে বাঁচার জন্য সৃষ্টিশীল কিছু পন্থা উদ্ভাবন泰国:水灾中的生存之道与创意
2সাকসিত সিয়াসাবুত এর প্রাপ্ত তথ্যানুসারে বন্যার পানি সরে যাবার সাথে সাথে থাইল্যান্ডের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে, কিন্তু বন্যার কারণে এখন মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জন পার হয়ে গেছে: মনে হচ্ছে বন্যার ক্ষেত্রে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা প্রায় শেষ হবার পথে এবং পানির স্রোত এখন ধীরে ধীরে কমে আসছে।泰国的状况随着洪水渐退已逐步改善,但根据萨克席(Saksith Saiyasombut)报导,死亡人数现已超过 600 名:
3কিন্তু দেশটির বিভিন্ন প্রান্তে এখনো বন্যার পানি খুব ধীর গতিতে সরে যাচ্ছে। বন্যার পানি সরে যেতে শুরু করার সাথে সাথে ব্যাংককের জীবন যাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।最糟的情况似乎已结束,国内各地区的潮水虽缓慢但也稳定的消退,重现曼谷的本来面貌。
4তবে বন্যা আক্রান্ত অনেক এলাকায় বাস করা নাগরিকদের ভোগান্তি এখনো চলছে। এখনো অনেক জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং মৃতের সংখ্যা এখন ৬০০ ছাড়িয়ে গেছে।然而,受影响灾区的苦难尚未完结,沿着边界地带仍争端不断,且死亡人数现已超过 600 名。
5লাডপ্রাও০৬৪ একই সাথে খেয়াল করেছেন যে অনেক জায়গায় জীবন ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে:Ladprao64 也观察到在许多地方,人们的生活逐渐重返常态:
6যদিও অনেক ব্যাংককের আশেপাশের অনেক এলাকার নাগরিকদের বাসাগৃহ এবং অফিস বন্যায় ডুবে যাবার কারণে এখনো তার সমস্যায় আক্রান্ত হয়ে আছে।虽然在曼谷周遭、北部及城市本身的某些区域,有许多人仍极力抢救淹没的家园和工作场所,但这块受创的土地已慢慢恢复。
7এই শহরের আরো উত্তর এবং শহরের ভেতরের অনেক এলাকা এখনো বন্যার পানির নীচে। আমাদের এই ছোট্ট এলাকা ধীরে ধীরে স্বাভাবিক আসছে।我们在星期六去了一趟 Central Ladprao,它在之前就已经开始营业,而且我们毫无阻碍的就顺利抵达。
8শনিবার আমরা কেন্দ্রীয় লাডাপ্রাও এলাকায় গিয়েছিলাম। এর ঠিক দু দিন আগে এটি আবার চালু হয়- এবং সেখানে যেতে আমাদের তেমন কোন সমস্যায় পড়তে হয়নি।在 SCB 广场附近还有积水,车流目前使用两道外侧车道,但如果有必要,内侧车道也可以勉强使用。
9এসসিবি প্লাজার কাছে কিছু পানি জমে ছিল, কিন্তু সেখানকার রাস্তার বাইরের দিকে অংশ (সাইড লেন) গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছিল, কিন্তু ভেতরের দিককার সারিটিকে (লেনে) সম্ভবত বিশেষ প্রয়োজনে আলাদা করে রাখা হয়েছিল।此外,大量的泥泞堆积,清楚标明洪水之前淹没的高度,看来这个地方的脏乱还得维持一阵子。
10এদিকে দেখা যাচ্ছে, যে সমস্ত এলাকায় পানিতে ডুবে গিয়েছিল, পানি সরে যাবার পর সেখানে কাদা জমে আছে।就人员伤亡以及房屋与公共建设损害来说,泰国的水灾可谓是过去五十年来最严重的一次。
11আর এই পুরো এলাকা খানিকটা নোংরা দেখাচ্ছে। মৃতের সংখ্যা এবং সম্পত্তি ও উপরিকাঠামোর ক্ষয়ক্ষতির হিসেবে এই বন্যা বিগত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।但这场水灾淹没整个省份大半土地长达数周,包含曼谷部份区域,让人们面对水灾时也展现了许多创意巧思。
12কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যে বন্যার মত এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বেশীর ভাগ প্রদেশকে আক্রান্ত করে রাখে, যার মধ্যে দেশটির রাজধানী ব্যাংককও রয়েছে, দেখা গেছে সেই বন্যায় নাগরিকরা টিকে থাকার জন্য বেশ কিছু সৃষ্টিশীল উপায় উদ্ভাবন করেছে। থাই ফ্লাড হ্যাকস-এর একটি টাম্বলার একাউন্ট রয়েছে।Thai Flood Hacks 是在 Tumblr 上建立的账号,主要是收集一般大众因应如何在洪水中求生存,所创造出有趣的洪水相关装置和方法。
13তিনি এখানে বন্যায় টিকে থাকার জন্য সাধারণ নাগরিকদের উদ্ভাবিত বেশ কিছু কৌতূহলী যন্ত্রপাতি এবং উপায় একত্রিত করেছেন।举例来说,下面就是用塑料盆临时做成的船:
14এই সব নাগরিকরা বন্যায় টিকে থাকার জন্য এই সমস্ত বিষয় উদ্ভাবন করে।担心在被淹没的建筑物停车吗?
15এর উদাহরণ নীচে একটি বিশেষ কৌশলে তৈরি করা নৌকার ছবি প্রদান করা হল, যা প্লাস্টিকের গামলা দিয়ে তৈরি করা হয়েছে।以下是独一无二的摩托车停车位:
16বন্যায় আক্রান্ত ভবনে গাড়ি রাখাতে গিয়ে শঙ্কা অনুভব করছেন?保护车辆的车用塑料袋:
17নীচে কিছু বিশেষ ভাবে মোটর সাইকেল রাখার জায়গা তৈরি করা হয়েছে:下面是水瓶制猫用游泳背心:
18এবং এই সমস্ত কার ব্যাগ এই গাড়িগুলোকে রক্ষা করবে:水陆两用的小卡车,看来已为淹水的道路做好准备:
19নীচে পানির বোতল দিয়ে বেডালের জন্য জীবন রক্ষাকারী এক জামা (ভেস্ট) বানানো হয়েছে:大专院校也提供协助,制造能在水灾中拯救生命的装置。
20থাইল্যান্ডের একটি উভচর যাত্রীবাহী ট্রাক, দেখে মনে হচ্ছে এটা বন্যাক্রান্ত এলাকার রাস্তায় চলার জন্য তৈরি:最广为人知的例子就是淹水鸭(FloodDuck),洪水中若有电流则给予警告:
21বিশ্ববিদ্যালয় সমূহ এমন নতুন যন্ত্র আবিষ্কার করার ক্ষেত্রে সাহায্য করছে যা বন্যার সময় জীবন রক্ষা করতে সাহায্য করবে।克拉芮丝.
22এর এক জনপ্রিয় উদাহরণ হচ্ছে ফ্লাডডাক, যা বন্যার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে কিনা তার সতর্কতা সঙ্কেত প্রদান করবে: ক্লারিক আফ্রিকা বেশ কিছু ক্রাউডসোর্সিং এপ্লিকেশন চিহ্নিত করেছে যা এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।阿法瑞卡(Clarice Africa)标注了数种众包的应用程序,提供居民有用的信息。
23এর একটা উদাহরন হচ্ছে ‘আমার গৃহ কি বন্যায় আক্রান্ত?' (ইজ মাই হাউজ ফ্লাডেড) নামক ওয়েব সাইট।其中一个例子就是「我的房子淹水了吗?(
24এখানে ব্যংককের যে সমস্ত বাসিন্দা তাদের ঘর ছেড়ে চলে গেছে, তার যদি নিজ নিজ ঠিকানা এখানে পোস্ট করে, তাহলে তার বাড়ির আশে পাশের বন্যা পরিস্থিতি সম্বন্ধে এই সাইট জানিয়ে দেবে।”Is my house flooded?)」
25এখানে একটি কুকুর উদ্ধার এবং স্বেচ্ছাসেবক দলের কাহিনী রয়েছে, যারা বন্যায় আটকে পড়া কুকুরের অনুসন্ধান এবং সাহায্য করেছে:网站,撤离了各自住家的曼谷居民只需输入其邮政地址,就可以找到他们家附近的淹水状况。
26আমরা বেশ কিছু খালি গৃহ এবং গ্যারাজে বেশ কয়েকটি কুকুর পেয়েছি, যারা ভেসে থাকা গাড়ির উপর অবস্থান করছিল।以下是狗狗救援队和义工在搜救城市里受困的狗狗时,所发生的事件。
27আর এটাই প্রমাণ দিচ্ছিল, যে তারা কয়েক দিন ধরে কোন খাবার পায়নি। এই সমস্ত কুকুরগুলো আতঙ্কিত অবস্থায় ছিল।我们在空屋和遗弃的车库中找到几只狗,牠们就待在漂流的车上休息。
28আমাদের উদ্ধার দলের নেট ও খালি হাতে এই সমস্ত কুকুরগুলোকে ধরতে বেশ অসুবিধা হচ্ছিল।很明显的,牠们已经数日未进食。
29এ ছাড়াও আমরা বেশ কিছু কুকুর ছানা পেলাম, যেগুলো ভেসে থাকা একগাদা আবর্জনার উপর আশ্রয় নিয়েছিল।这些狗处于受惊状态,而我们的救援人员徒手用网子奋力要抓住牠们。
30এই সমস্ত ছানারা আমাদের দেখে দারুণ উৎফুল্ল হয়ে উঠেছিল এবং সাথে সাথে আমাদের নৌকা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে, যেখানে তারা খাবার এবং আদর উপভোগ করে।之后也在漂流的垃圾堆上找到受困的幼犬,牠们看到我们的时候很兴奋,马上就跳到船上,开始享受食物和照顾。
31তাদের মা কাছে এক গভীর পানিতে অবস্থান করছিল এবং সেও আতঙ্কিত ছিল। অবশেষে একই সাথে শেষ পর্যন্ত আমরা মাকেও উদ্ধার করতে সক্ষম হই।牠们的母亲在附近的深水处,虽然也是惊惧不已,我们最后还是尽力的救出了幼犬的母亲。