# | ben | zhs |
---|
1 | জাতিসংঘ: অভিবাসন নিয়ে ৯-২৫ বছর বয়সীদের ভিডিও প্রতিযোগিতা | 聯合國:9歲至25歲公民影片競賽 |
2 | জাতিসংঘের সভ্যতার জোট (অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন) প্লুরাল+ নামে একটি ভিডিও প্রতিযোগিতার আয়োজন করছে যার মাধ্যমে আরো উদার ও সহনশীল সমাজ গঠন করার স্বপ্ন দেখা হচ্ছে। আগামী ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে ৯-২৫ বছরের যে কোন লোক এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। | 「聯合國文明聯盟」主辦Plural+影片競賽,希望建立更包容的社會,即日起至9月30日為止,參賽年齡介於9歲至25歲,影片總長包括標題與演員表限1分鐘至5分鐘,主題為移民、多元、寬容及相關內容,比賽完整規則請見網站,共有英文、西班牙文、法文與阿拉伯文四種版本。 |
3 | তাদেরকে অভিবাসন, বৈচিত্র আর সহনশীলতা নিয়ে কিংবা একই ধরনের বিষয়ে ১-৫ মিনিট দীর্ঘ একটা ভিডিও জমা দিতে হবে শিরোনামসহ। | |
4 | প্লুরাল+ প্রতিযোগিতার সম্পূর্ণ নিয়মাবলী তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে আর এটা ইংরেজী, স্প্যানিশ, ফরাসী আর আরবী ভাষায়ও পাওয়া যাচ্ছে। | |
5 | চলচ্চিত্র কর্মীরা, ছবি একস্ট্রানয়েজের সৌজন্যে http://www.flickr.com/photos/extranoise/155085339/ | 「攝影團隊」照片來自extranoise |
6 | তাদের সাইটে তারা তাদের আমন্ত্রণকে এভাবে ব্যাখ্যা করে: | 網站的活動邀請函寫道: |
7 | এই বিশ্বে যেখানে প্রায়শ:ই অসহিষ্ণুতা, সাংস্কৃতিক আর ধর্মীয় ভেদাভেদ দেখা যায় সেখানে প্লুরাল+ লিপ্ত আছে তরুণদের দিয়ে তাদের সমাজের মূল ব্যাপারগুলো আলোচনা করার জন্যে যেমন অভিবাসী আত্মীকরণ, সমন্বয়, পরিচিতি, বৈচিত্র, মানবাধিকার আর সামাজিক কাঠামো ইত্যাদি বিষয় গুলো। | |
8 | প্লুরাল+ তরুণদের পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে সনাক্ত করে। তাদের বাস্তব সম্মত অংশগ্রহণ- তারা অভিবাসী, দ্বিতীয় প্রজন্মের অভিবাসী বা অঅভিবাসী হোক না কেন- কেবল মাত্র বাধা গুলো আবিষ্কার করাই নয় বরং একে অপরের জন্য সম্মান আর উৎসাহের আবহাওয়া তৈরি করে এবং একটি আলোকিত বিশ্বের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেয়। | 在這個偏狹、充滿文化及宗教分化的世界裡,年輕人確實是社會改變的重要媒介,Plural+這項比賽希望讓年輕人參賽,關注社群內與移民融合、包容、認同、多元、人權及社會團結等議題,年輕人無論是移民、第二代移民或非移民,他們的實質貢獻不只是找出阻礙,更能鼓勵創造尊重及彼此欣賞的文化,讓世界更加文明。 |
9 | এই প্রতিযোগিতার জন্যই ভিডিও গুলো তৈরি হতে হবে এমন না, কিন্তু এটার নির্মাণ জানুয়ারী ২০০৮ এর পরে শেষ হতে হবে। | |
10 | এই প্রতিযোগিতা আর এর আগে গ্লোবাল ভয়েসেস এ উল্লেখিত অন্য প্রতিযোগিতাগুলোর মধ্যে পার্থক্য হল যে এর জন্যে ভিডিও জমা কোন অনলাইন টুলস দিয়ে করা যাবে না, বরং নিউ ইয়র্কের জাতিসংঘের সভ্যতার জোটকে (অ্যালাইয়েন্স অফ সিভিলাইজেশন) একটি ডিভিডির মাধ্যমে পাঠাতে হবে। | |
11 | ভিডিও ইংরেজী ভাষায় হতে হবে, বা ইংরেজী সাব টাইটেল থাকতে হবে। অংশগ্রহণের জন্য আবেদন সেপ্টেম্বর ৩০, ২০০৯ এর আগে জমা পড়তে হবে। | 參賽影片不必專為此項比賽拍攝,但拍攝日期不得早於2008年1月,此項比賽與全球之聲所報導者不同之處,在於參賽並非透過網路,而是將影片DVD寄至聯合國文明聯盟的紐約辦公室,影片內容應以英語發音,或加上英文字幕,影片必須於9月30日前寄至紐約才符合參賽資格。 |
12 | এই প্রতিযোগিতার বয়সের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে এই সুযোগ গ্রহণ করতে চেষ্টা করুন বা এমন কাউকে যদি চেনেন যে উৎসাহী, তাদেরকে অংশগ্রহণ করতে বলুন। আর তারা যদি আবেদন করে এবং যদি অনলাইনে কোন ভিডিওর কপি পোস্ট করে আমাদেরকে দয়া করে জানাবেন মন্তব্যের সেকশনের মাধ্যমে। | 請勿錯過這次機會,若各位符合年齡資格,或認識能參與的朋友,請鼓勵他們參加,若各位也將參賽影片上傳至網路,請在留言區告訴我們,參賽前也別忘了瀏覽常見問題、比賽規則及其他相關資訊。 |
13 | প্রতিযোগিতার জন্য প্রায় জিজ্ঞাস্য, নিয়মাবলী আর অন্যান্য দরকারী তথ্য দেখতে ভুলবেন না। | 校對:Soup |