Sentence alignment for gv-ben-20131212-40575.xml (html) - gv-zhs-20131215-13028.xml (html)

#benzhs
1ছবি: প্রবল ধোঁয়াশায় চীনের শ্বাসরুদ্ধকর অবস্থা图片:严重的雾气使中国窒息
2বিগত সপ্তাহে পুর্ব চীনে রেকর্ড পরিমাণ ধোঁয়াশা (কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ) নিয়ে পশ্চিমা এবং চীন উভয়ের প্রচার মাধ্যম প্রচুর লেখালেখি করেছে।過去幾週,中國東部地區一再刷新紀錄的霧霾天氣,吸引了中西方媒體的大量關注與評論。
3এর ফলে বিমান যাত্রা বাতিল করা হয়েছে। আর স্কুল শুরু হতে দেরি হয়েছে।航班被取消,學校被迫停課。
4চীনের সোশ্যাল মিডিয়ায়, উইবো এবং উইচ্যাট ব্যবহারকারীরা তাদের ধোঁয়া ঢাকা শহরের ছবি পোস্ট করেছে এবং সেখানকার বাতাসের গুণগত মানের সূচক আপডেট করেছে, ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে কি ভাবে ধোঁয়াশা দূর করতে ভাবে সেটি সহ একটি হতাশাজনক ইনফোগ্রাফিক প্রচার করা হয়।在中國的社群媒體微博和微信上,網友們不停地發佈大霧籠罩城市的圖像,不斷更新空氣質量指數。
5নেট নাগরিকরা উইচ্যাটে সাংহাই শহরের ধোঁয়ার ছবি পোষ্ট করেছে2013年12月4號,微博上出現一張令人沮喪的圖表,告訴人們怎樣戰勝霧霾。
6এ ক্ষেত্রে যে পরামর্শ প্রদান করা হয়েছে তা পাঠ করুন:建議是這樣說的:
7১ একটি টুপি পরুন網友在微信po出上海霧氣壟罩的樣子。
8২ মুখোশে মুখ ঢাকুন ৩ লম্বা কোট পরুন1、戴上帽子
9৪ ঘরের বাইরের কাজ আপাতত বন্ধ রাখুন2、戴上口罩
10৫ বাইরে থেকে আসার পর মুখ এবং হাত ধুয়ে ফেলুন3、穿上長外套
11৬ মুখের বদলে নাক দিয়ে নিঃশ্বাস নিন ৭ নাক পরিষ্কার করুন4、減少戶外活動
12৮ উপযুক্ত সময়ে জানালা খুলুন ৯ তাড়াতাড়ি ঘুমান5、外出後洗臉洗手
13১০ প্রচুর পানি পান করুন ১১ ধূমপান এড়িয়ে চলুন6、用鼻子呼吸,不要用嘴
14১২ প্রচুর মৌলিক ফাইবার যুক্ত খাবার খান7、清理鼻子
15এদিকে চীন সরকার আবহাওয়া এবং রাস্তার বারবিকিউ করাকে এই ধোঁয়াশাপূর্ণ আবহাওয়ার কারণ হিসেবে উপস্থাপন করেছে এবং তা দূর করার জন্য কিছু প্রচলিত জ্ঞান তুলে ধরেছে।8、選擇合適的時間開窗透氣
16খোলামেলা বক্তব্যের এক টিভি অনুষ্ঠান উপস্থাপক মেঙ্গফাই এই বায়ু দূষণ বিষয়ে তার ভেতরের ভাবনা তুলে ধরার মত যথেষ্ট সাহসী ছিল [চীনা ভাষায়], এই সময় যা এক বিরল ঘটনা বিশেষ করে ওয়েবো বিতর্ক এবং মতামত প্রদানের জন্য এক বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে যেখানে সরকার বড় আকারের দমন অভিযান পরিচালনা করে।
17সেন্সরশিপ এড়ানোর জন্য তিনি একটি স্ক্রীনশটের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেছেন :9、早點睡覺
18১ কেবল আবহাওয়ার কারণে নয়, পরিবেশ দূষণের কারণে এই ধোঁয়াশা, আর এর জন্য অবশ্যই প্রধান দায়ভার সরকারের।10、多喝水
19২ এই বায়ু দূষণ এবং ধোঁয়াচ্ছন্ন আবহাওয়ার জন্য কয়লা পুড়িয়ে তাপ উৎপন্নকারী প্রজন্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।11、不要吸菸
20কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা জিডিপির হার হ্রাস করে ফেলবে, কাজেই স্থানীয় সরকার এই কাজটি চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।12、多吃含有纖維的食物
21৩ বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাগরিকদের কম কম গাড়ি চালানোর আহ্বান জানানো নির্বোধের কাজ নয়, বরঞ্চ নাগরিকদের মনোযোগ ভিন্ন দিকে পরিচালিত করার এক ভালো কৌশল।雖然中國政府拿壞天氣和路邊的燒烤當做霧霾天氣的藉口,並傳授怎樣躲避霧霾侵害的知識,但是,敢於直言的電視節目主持人孟非很勇敢,分享了他對霧霾天氣的看法。
22মার্কিন জাতি গাড়ি নিয়ে জীবন পাড়ি দেয়, কিন্তু তাদের আবহাওয়া কেন এই রকম ধোঁয়াটে নয়? ৪ ওই সমস্ত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তা যারা মনে করে বারবিকিউ আর রান্নার কারনে দূষণ বৃদ্ধি পাচ্ছে তারা নির্বোধ।因為政府的監管打壓,在微博與網友討論和發表觀點並不安全,在這個時候,孟非的舉動實屬罕見,他也透過瑩幕截圖的方式分享訊息來避免被「和諧」。
23পশ্চাৎ দেশের মাধ্যমে বায়ু ত্যাগ এক দূষণ, তাহলে একে কেন তালিকায় রাখা হচ্ছে না?這一截圖被轉發了超過130,000次,引來了40000多條評論。
24৫ পরিবেশগত বিপর্যয়ের পেছনে সরকারকে সবচেয়ে বড় দায় গ্রহণ করতে হবে, যখন তারা বলে “সকলে এর জন্য দায়ী” তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।很多網民表示支持。
25এই স্ক্রীনশট ১৩০,০০০ বার রিপোস্ট করা হয়েছে এবং এতে ৪০,০০০ মন্তব্য করা হয়েছে।電影導演Yangyi 寫道:
26অনেক নেট নাগরিকের এতে সমর্থন রয়েছে। নেট নাগরিকরা সাংহাই- এর ধোঁয়াশার ছবি উই চ্যাটে পোষ্ট করেছে।面對空氣污染,我們要做的不是帶上面具,是站起來說「不」。
27চলচ্চিত্র পরিচালক ইয়াংওয়াইই লিখেছে [চীনা ভাষায়] :另外一個叫Du jingwei的網民呼籲能源重組:
28বায়ুদূষণ মোকাবেলা করছি, আমাদের যা করতে হবে তা হচ্ছে মুখোশ পড়া নয়, তার বদলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং একে না বলা।能源結構轉型,提高工廠廢氣排放標準是唯一解決途徑!
29আরেকজন নেট নাগরিক “ডু জিং উই” শক্তি উৎপাদন কাঠামোর পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন:也有些網民認為越來越多的汽車是空氣污染的主要原因。
30শক্তি উৎপাদন কাঠামোর পুনর্বিন্যাস, কয়লা চালিত শক্তি উৎপাদন কেন্দ্রের নির্গমনের আদর্শের বৃদ্ধি এই সমস্যার একমাত্র সমাধান!一位叫 Jiang jing的記者在微博上寫道:
31তবে, কয়েকজন নেট নাগরিক বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে গাড়ির সংখ্যা বৃদ্ধিকে দায়ী করেছে।晚高峰時在街上堵著,就會發現北京的公共汽車很多都是空的或者乘客很少,跟北歐那些人口稀少的城市差不多。
32ওয়েইবোতে সাংবাদিক জিয়াং জিং লিখেছে:人們要麼開車,要麼坐地鐵。
33সন্ধ্যার সময় যখন মানুষের ভীড় বেড়ে যায়, তখন আপনি দেখতে পাবেন বেইজিং-এ অনেক বাস খালি কিংবা সেটাতে মাত্র কয়েকজন যাত্রী রয়েছে, অনেকটা ঠিক উত্তর ইউরোপের শহরগুলোর মত যেখানে দূষণের মাত্রা সামান্য।沒有鼓勵綠色生活的政策,人們就會這樣一邊堵著,一邊呼吸著毒氣,一邊罵政府過活。
34সেখানে নাগরিকরা হয় গাড়ি চালায়, নয়তো সাবওয়ে ব্যবহার করে।看看微信上的其他圖片:
35সুন্দর পরিবেশে বাস করার বিষয়কে উৎসাহিত করার জন্য কোন নীতিমালা নেই, তার ফলে নাগরিকরা ট্রাফিক জ্যামের মুখোমুখি হচ্ছে, যেখানে তারা বিষাক্ত গ্যাস গ্রহণ করছে আর সরকারকে অভিশাপ দিচ্ছে।Th標示寫著,「我要呼吸!」
36নিচে উইচ্যাট থেকে পাওয়া আরো কিছু ছবি দেখুন:大霧中的上海摩天高樓。
37এই স্লোগানটি হচ্ছে, “আমি নিঃশ্বাস নিতে চাই”।譯者:Y.
38সাংহাই -এর আকাশচুম্বী ভবন ধোঁয়াশার কবলেZhang 校對:Fen