# | ben | zhs |
---|
1 | বলকান: কসোভোকে স্বীকৃতি দিল ম্যাসেডোনিয়া ও মন্টেনিগ্রো | 马其顿、黑山:承认科索沃独立 |
2 | ৯ই অক্টোবর কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে ম্যাসেডোনিয়া ও মন্টেনিগ্রো। | 10月9日,黑山与马其顿正式承认科索沃独立。 |
3 | আ ফিস্টফুল অব ইউরোস এর ডগলাস মুইর লিখেছেন, কাকতালীয়ভাবে এর ফলে স্বীকৃতি প্রদানকারী দেশের সংখ্যা দাড়ালো ৫০ এ। তিনি সহজভাবে এই ঘটনার গুরুত্ব তুলে ধরেছেনঃ | A Fistful of Euros博客的Douglas Muir指出,「巧合的是,这恰好使承认科索沃独立的国家数增至50个」,他亦指出这件事重要之处: |
4 | […] ম্যাসেডোনিয়া এবং মন্টেনিগ্রো ক্ষুদ্র দেশ, কিন্তু তাদের ক্ষুদ্রতা ছাপিয়েও গুরুত্ব সমাধিক; কারণ (১) উভয়ই সার্বিয়া এবং কসোভোর প্রতিবেশী দেশ, (২) ইইউ এর সদস্য হতে যাচ্ছে, (৩) ভূতপূর্ব যুগোস্লাভ এর অংশ। সুতরাং এটা আশ্চর্যজনক না হলেও বেশ মজারতো বটে। […] | […]马其顿与黑山均为小国,但此事意义极大,因为第一,两国皆与塞尔维亚及科索沃接壤;第二,两国均将加入欧盟;第三,两国为前南斯拉夫成员国,虽然此事不令人意外,但是很有意思。[ …] |
5 | বেলগ্রেডেড এর ভিক্টর মার্কোভিক (এর আগে বেলগ্রেড ২. | |
6 | ০ নামে পরিচিত ছিল) রসাত্মকভাবে উপস্থাপন করেছেন “যা ঘটেছে এবং যা ঘটতে পারতো তার একটা ক্ষুদ্র সংস্করণ”: [….] এখন, মন্টেনিগ্রো ও ম্যাসেডোনিয়া উভয়ই কসোভোকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিয়েছে। | Belgraded博客(原名Belgrade 2.0)的Viktor Markovic以幽默方式,简短提到「已发生何事,又将发生何事」: |
7 | প্রত্যুত্তরে কসোভো এখন সম্ভবত তাদেরও স্বীকৃতি প্রদান করবে। এমন সিদ্ধান্ত নেয়ার ধারাবাহিকতায় এ বৎসর জর্জিয়া (রাশিয়ার অংশ, আমেরিকার খন্ড নয়) থেকে স্বাধীনতা ঘোষণাকারী দক্ষিণ ওসেথিয়া এবং আবখাজিয়াকেও স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিতে পারতো। | […]黑山与马其顿决定承认科索沃,为了回报,科索沃应该也会承认两国;与此同时,他们也能决定承认南奥塞梯与阿布哈兹两国今年脱离乔治亚独立(不是美国的乔治亚州,是与俄罗斯为邻的乔治亚),如此科索沃将支持俄国帮助两国独立,但会激怒美国及世界其它国家,这些国家反对俄罗斯,但支持科索沃、黑山与马其顿独立。 |
8 | একইভাবে কসোভো রাশিয়াকে সাহায্য করবে যেন দক্ষিণ ওসেথিয়া এবং আবখাজিয়া পৃথক হয়ে যেতে পারে। | 塞尔维亚应支持乔治亚,因为我们明白领土遭夺走的感受,可是若不承认科索沃,又会激怒好友俄罗斯。 |
9 | তবে এর ফলে রাশিয়ার বিরোধীতাকারী বাকী বিশ্ব ও আমেরিকা অসন্তুষ্ট হয়ে পড়বে যারা আবার কসোভো, মন্টেনিগ্রো ও ম্যাসেডোনিয়ার স্বাধীনতা সংগ্রামে সমর্থন দেয়। | 乔治亚和美国已承认科索沃,但乔治亚绝不该跟进,因为他们显然在乎领土脱离国内这件事,但假若乔治亚不承认科索沃,又会激怒已承认该国的美国及其它国家。 |
10 | নিশ্চিতভাবেই সার্বিয়া সমর্থন দেবে জর্জিয়াকে কারণ নিজের দেশ থেকে কোন অঞ্চল ছুটে যাওয়ার মর্মপীড়া সে ভালভাবেই জানে। | 俄罗斯先是说不能接受一块领土脱离独立,但现在又变卦;美国原本赞成让一国部分领土独立,如今却说这是坏事,并且强烈反对。[ …] |
11 | কিন্তু এর ফলে কসোভোকে স্বীকৃতি না দেয়া সূত্রে মহান বন্ধু রাশিয়া অসন্তুষ্ট হবে। | 其中一位读者对Viktor Markovic的响应是: |
12 | ইউএস জর্জিয়া ইতোমধ্যে কসোভোকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু নিশ্চিত থাকা যায় জর্জিয়া নামের দেশটি স্বীকৃতি প্রদান করবে না; একটা দেশ থেকে তার প্রদেশ ভেঙ্গে বেড়িয়ে যাওয়াটা সে সুনজরে দেখতে পারে না। | |
13 | সেক্ষেত্রে আবার হয়তো আমেরিকা ও অন্যান্য দেশ যারা কসোভোকে স্বীকৃতি দিয়েছে তারা অসন্তুষ্ট হতে পারে। | 我想你把一切过度简化了。 |
14 | প্রথম দিকে রাশিয়া কোন প্রদেশের স্বাধীন হওয়াটাকে সমর্থন দেয় নাই কিন্তু এখন দিচ্ছে। অন্যদিকে আমেরিকা প্রথম দিকে একটা প্রদেশ ভেঙ্গে বেড়িয়ে যাওয়াটা ইতিবাচক দেখলেও এখন তীব্র বিরোধিতা করছে। […] | Viktor回复时,提出一个方法「让事情更加混乱,也更有意思」,就是让塞尔维亚「拒绝承认黑山与马其顿」: |
15 | ভিক্টরের পোস্টে পাঠকদের মধ্যে একজন ঔয়েন এই মন্তব্য করেছেন: | 我不知道这是否有可能拒绝承认一国,但我们正打算说服已承认科索沃独立的国家这么做,对吧? |
16 | আমার মনে হয় আপনি খুব বেশী সরলীকরণ করে ফেলেছেন। | 所以我们应立下先例,拒绝承认马其顿与黑山。[ …] |
17 | ভিক্টর একটা প্রস্তাবনা সহ জবাব দিয়েছেন, “বিষয়টাকে আরো বেশী বিভ্রান্তিকর এবং মজাদার করার জন্য” - তা হলে সার্বিয়ার “মন্টেনিগ্রো এবং ম্যাসেডোনিয়াকে দেয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেবে”। | The 8th Circle的Vitaly提到,塞尔维亚的邻国承认科索沃后,可能导致的后果包括黑山国内爆发冲突,或是塞尔维亚驱除两国大使等,不过他在文章最后仍显得正面: |
18 | […] আমি জানি না একটা দেশকে প্রদত্ত স্বীকৃতি আবার ফিরিয়ে নেয়া সম্ভব কিনা। তবে কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর সাথে আমরা তো তেমনই করছি; ঠিক কিনা! | 我猜测抗议活动能立即表达愤怒,但不应成为长期问题,不过情况究竟会如何,则取决于政府允许民众抒发怒气到什么程度,以及民众会留下什么印象,又或许各政党会以欧盟的角度看待未来,认为国界已不太重要? |
19 | অতএব এটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলি, ম্যাসেডোনিয়া ও মন্টেনিগ্রোকে প্রদত্ত স্বীকৃতি বাতিল করে দেই। […] দ্যা এইটথ সার্কেল এর ভিটালি উল্লেখ করেছেন কসোভোকে স্বীকৃতি প্রদানকারী সার্বিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর পরিনতি - মন্টেনিগ্রোতে সংঘর্ষ এবং বেলগ্রেড থেকে দুই দেশের কুটনৈতিককে বহিষ্কার। | LimbicNutrition Weblog博客的Jonathan Davis表示「支持科索沃独立」,并希望「塞尔维亚尽快加入欧盟」,但「厌恶欧盟/美国/科索沃三方展现的谎言、丑行、伪善与霸凌」,对他而言,马其顿与黑山的未来似乎不太光明: |
20 | তবে তার পোস্ট একটা ইতিবাচক বক্তব্য দিয়ে শেষ হয়েছে: […] ধারণা করি সংগঠিত প্রতিবাদ তাৎক্ষণিক ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ হলেও দীর্ঘ মেয়াদে এটা কোন বড় সমস্যা হয়ে দাড়াবে না। | [..]但现在他们得面对最大贸易伙伴(塞尔维亚)的愤怒,以及承认科索沃独立后,会对国内政局造成什么冲击。[ …] |
21 | পরিবর্তন হতে পারে যদি মানুষের স্মরণে ছাপ মেরে থাকা বিদ্বেষ ধুয়ে মুছে যেতে সমর্থ হয় অথবা দেশগুলো যদি ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয় যেখানে সীমান্ত আর তেমন গুরুত্বপূর্ণ থাকবে না ইইউ এর তত্ত্বাবধানে। | Jonathan Davis提到马其顿与黑山承认科索沃独立之前,「许多塞尔维亚选民支持塞国至国际法庭上,质疑科索沃独立的合法性」,他认为「有人预谋在投票日当天,迫使两国承认科索沃」,完全是「为了引发心理与宣传效果」: |
22 | লিম্বিক নিউট্রেশন ওয়েবলগের জোনাথন ডেভিস লিখেছেন তিনি “একটা স্বাধীন কসোভোর জন্য” চান “ইইউতে যথাশীঘ্র সম্ভব সার্বিয়ার অন্তর্ভূক্তি” - কিন্তু “ইইউ/ইউএস/কসোভো ব্লকের মিথ্যা, অবৈধ ক্রিয়াকর্ম, প্রতারণা এবং শক্তি প্রয়োগ দেখে অসুস্থ্য হয়ে পড়েছেন”। | […]此举一来打坏塞尔维亚国内的气氛,二来让全球媒体忽视塞尔维亚在联合国内的胜利,转而聚焦于塞尔维亚对马其顿及黑山「背叛」感到「震惊」。[ …] |
23 | তার মনে হয় ম্যাসেডোনিয়া এবং মন্টেনিগ্রোর ভবিষ্যৎ তেমন উজ্জ্বল নয়ঃ | 他也提到「之后从受辱到受伤的策略」: |
24 | তথাপি এখনও তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের ক্ষুব্ধতার মধ্যে বসবাস করতে হবে ও স্বীকৃতি প্রাপ্তি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিরিখে বিবেচিত হবে। | 今年诺贝尔和平奖颁给芬兰前总统阿提萨瑞(Martti Ahtisaari),许多塞尔维亚人都讨厌他,认为他公开支持阿尔巴尼亚,又介入科索沃(非法)独立一事。 |
25 | ম্যাসেডোনিয়া এবং মন্টেনিগ্রো কর্তৃক কসোভোকে স্বীকৃতি দেবার পূর্বে “আন্তর্জাতিক বিচারালয়ে কসোভোর আইনগত ভিত্তিকে চ্যালেঞ্জ করার অনুমতি দিয়ে বিশাল সংখ্যক সমর্থন প্রাপ্তি” বিষয়ে লিখতে গিয়ে জোনাথন অভিমত দিয়েছেন যে “মনস্তাত্ত্বিক ও উদ্দেশ্যমূলক প্রভাব বিস্তারের জন্য ভোটের একদিনের মধ্যে সার্বিয়ার দুই ক্ষুদ্র প্রতিবেশীকে […] কসোভোকে স্বীকৃতি প্রদানের পূর্বপ্রস্তুতি নেয়া ছিল”: | |
26 | [….] (১) সার্বদের দল ধ্বংস করা এবং (২) জাতিসংঘের উপর সার্বিয়ার বিজয় থেকে বৈশ্বিক মিডিয়ার ফোকাস সরিয়ে মন্টেনেগ্রো ও ম্যাসেডোনিয়ার বিশ্বাসঘাতকায় হতভম্ব সার্বিয়ার উপরে পুন:স্থাপনের জন্য [….] | 外界原本预期得奖者会是遭囚禁的中国异议份子高智晟,但委员会决定延续政治影响奖项的传统,我认为结果几乎肯定与塞尔维亚在联合国胜利有关。[ …] |
27 | অপমানের পাল্টা আঘাতের চাল পর্যবেক্ষণ করে তিনি আরো লিখছেন: | 校对:dreamf |
28 | [….] সার্বিয়াতে ঘৃণ্য একটা চরিত্র মার্টি আহটিসারিকে এমনকি নোবেল শান্তি পুরষ্কার দেয়া হয়েছে, যিনি আলবেনীয়দের প্রতি ব্যাপকভাবে সহানুভূতিশীল হিসাবে পরিচিত এবং যার কারণেই কসোভো স্বাধীনতা (অবৈধ) অর্জন করেছে। | |
29 | বন্দী চৈনিক বংশোদ্ভব গাও ঝিশেং কে পুরষ্কার প্রদান প্রত্যাশিত ছিল কিন্তু কমিটি তার ঐতিহ্যবাহী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পুরষ্কার প্রদানের ধারাকে বজায় রেখেছে, আমার মতানুযায়ী এটা একদমই সার্বিয়ার ইউএন বিজয়ে সমন্বিত প্রত্যুত্তর দেবার অংশ হিসাবে করা হয়েছে। | |