# | ben | zhs |
---|
1 | ভারতীয় ব্লগাররা রাস্তায় যৌন হয়রানির প্রতিবাদ করছে | 印度博客对抗性骚扰 |
2 | “ইভ-টিজিং” শব্দটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে রাস্তাঘাটে মেয়েদের যৌন হয়রানি বা নিগৃহীত করা অর্থে ব্যবহার করা হয়। ছয় বছর আগে ভারতে চারুকলার এক ছাত্রী প্রথম ব্লাঙ্ক নয়েজ নামক এক উদ্যোগ গ্রহণ করে। | 印度、巴基斯坦与孟加拉地区使用「挑逗夏娃」(Eve-teasing)一词,称呼街头性骚扰问题,一名艺术学生于六年前发起「空白噪音计划」(Blank Noise Project)希望对抗街头性骚扰,力图改变大众观感。 |
3 | এর উদ্দেশ্য ছিল রাস্তাঘাটে হয়রানি বন্ধ করা এবং এই বিষয়ে মানুষের মধ্যে ধারণা পরিবর্তন করা। | 但「空白噪音」是什么? |
4 | “ব্লাঙ্ক নয়েজ” এর মানে কি? | 计划博客说明: |
5 | | 空白:没有形式、没有意义,噪音:升高、建立、打破形式,「空白噪音」放在一起相互矛盾,我们每天都出现「挑逗夏娃」现 象,这是 种受人忽视的性暴力,但同时我们又不断调整生活,希望避免发生这种情况,例如「穿着合宜」、「准时回家」等,为自己勉强设下各种规则,忽略自己身为公民的 权利,每天沉默面对街头性骚扰,就类似「空白噪音」一样矛盾。 |
6 | এই অভিযানের সাথে যে ব্লগ তৈরি করা হয়েছে, সেখানে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এভাবে: ব্লাঙ্ক: আকারহীন, অর্থহীন নয়েজ: উচ্চতা তৈরি করা, নির্মাণ, পূর্বের আকার ভেঙ্গে ফেলা। | 「空白噪音」原本是艺术学生Jasmeen Patheja在2003年的毕业计划,也回应许多印度男女视为寻常或试图忽略的街头性骚扰现象,计划原本以小型工作坊为主,但逐渐发展成印度各地的组织网络,透过街头介入、公共艺术与博客探究性骚扰议题。 |
7 | ব্লাঙ্ক নয়েজ এক সঙ্গে দু'টি শব্দ যোগ করে, যারা পরস্পরের বিপরীত এক অর্থ তৈরি করে। | |
8 | রাস্তাঘাটে আমরা প্রতিদিন ইভ টিজিং-এর শিকার হই। | 什么是街头性骚扰? |
9 | এটা এক ধরনের যৌন আঘাত, কিন্তু আমরা তা উপেক্ষা করি। | 人们用指纹投票定义何谓街头性骚扰 |
10 | একই সময় আমরা আমাদের জীবনকে এমন ভাবে তৈরি করি, যেন এই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে যেতে পারি- অনেক ‘পরিচ্ছন্ন কাপড় পরি', ঠিক সময়ে ঘরে ফিরে আসি, ইত্যাদি। | |
11 | এভাবেই নিজেদের জন্য এক না চাওয়া আইন তৈরি করি এবং নিজেদের নাগরিক হিসেবে চিনতে ব্যর্থ হই। | 全国各地团体利用民意调查,反映出性骚扰问题: |
12 | প্রতিদিন রাস্তায় যৌন হয়রানির নীরব অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্লাঙ্ক নয়েজ ধারণাটি এসেছে। ২০০৩ সালে চারুকলার শেষ বর্ষের এক ছাত্রী জেসমিন পাথেঝার এক পরিকল্পনা থেকে এর যাত্রা শুরু হয়েছে, যা ছিল রাস্তায় যৌন হয়রানির ব্যাপারে তার নিজস্ব জবাব। | 过往博客上已有无数辩论,讨论究竟何者可列入「街头性暴力」,[…]有些人认为是一个好色的眼神,也有亲身经历者认为「那 很明显,我们就是知道!」,这正是我们希望在街头上发展的讨论,不只是数据或资料,我们希望藉由民调让人们开始讨论,民调也是种「安全」的方式,让曾见过 或经历过性骚扰者出面作证。 |
13 | যৌন হয়রানির ঘটনাকে অনেক ভারতীয় পুরুষ এবং মহিলা স্বাভাবিকভাবে নেয় এবং তাকে উপেক্ষা করার চেষ্টা করে। | 2007年,加尔各答Gariahat地区Namita Sharma的茶水摊支持民调活动 |
14 | হয়রানি বন্ধের এই উদ্যোগ প্রথমে ছোট ছোট কর্মশালার উপর মনোযোগ দেয়, কিন্তু এরপর তা এক দলের মাধ্যমে সারা ভারতের ছড়িয়ে দেওয়া হয়েছে। | |
15 | যারা রাস্তার মাঝে এ ধরনের ঘটনায় হস্তক্ষেপ করে, রাস্তার শিল্প বা পাবলিক আর্ট এবং ব্লগ ব্যবহার করে, এই হয়রানির প্রকৃতি উদ্ঘাটন করার জন্য। | |
16 | ইভ টিজিং কি? | 不是我自找的 |
17 | এখানে মোটা দাগে রাখা চিহ্নটিতে যে মতামত দেওয়া হয়েছে, তা নির্দেশ করছে ইভ-টিজিং এর ব্যাপারে লোকজন কি ভাবে ব্লাক নয়েজ গ্রুপ হয়রানির এই বিষয়টি তুলে ধরতে সারা দেশের জনগণের মতামত নিয়েছে: | 2008年3月8日国际妇女节当天,「空白噪音」计划在印度各地举办一系列街头介入活动,活动名为「不是我自找的」: |
18 | অতীতে ব্লগে এই বিষয়ে অসংখ্য বির্তক হয়েছে, ঠিক কাকে নির্দিষ্ট ভাবে “রাস্তায় সংঘটিত যৌন আক্রমণ” বলে অভিহিত করা হবে। […] এ ব্যাপারে প্রশ্ন রয়েছে, কোন ধরনের লোলুপ দৃষ্টিকে আইনগত ভাবে হয়রানি বলা হবে এবং যারা এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছে, তারা বলবে যে “হ্যাঁ, এটাই হয়রানি” আমরা কেবল জানি! | 行动英雄:名词,指勇敢对抗街头性骚扰的女性,她最后或许决定忽视,但这是她自主的选择,而非未发现这个现象,[…]空白噪音街头行动希望你勇敢成为行动英雄,参与者必须穿着过去遭到骚扰时的服装,藉此积极向外界宣告「不是我自找的」。 |
19 | এটা এমন এক ধরনের আলোচনা, যা আমরা রাস্তার উপর নিয়ে আসতে পারি। | 之后另一项活动邀请女性拿出一件服装: |
20 | এই ব্যাপারে তথ্য এবং পরিসংখ্যান যা আমরা জোগাড় করার চেষ্টা করছি, যাতে এই বিষয়ে মতামত প্রদান করার মতো আলোচনা শুরু করা যায়। | 你真的认为自己受到街头性骚扰,是因为「自己惹祸上身」? |
21 | এই জনমত প্রদান, জনগণের জন্য এক নিরাপদ উপায়, যেখানে এই বিষয়টি যাচাই করে দেখা যেতে পারে এবং রাস্তায় তারা যে সমস্ত হয়রানির অভিজ্ঞতা অর্জন করেছে তা স্বীকার করতে পারে। | |
22 | ২০০৭: নমিতা শর্মার চায়ের দোকান (গড়িয়াহাট, কোলকাতা) ব্লাঙ্ক নয়েজ এর জন্য ভোট প্রদানে স্বাগতম | 你曾多少次怪罪牛仔裤、印度连身裙、长裙或T裇? |
23 | আই নেভার আস্কড ফর ইট: | 你真的觉得受侵犯是你的错? |
24 | ২০০৮ সালের ৮ মার্চ (আন্তর্জাতিক নারী দিবস) ব্লাঙ্ক নয়েজ সারা ভারত জুড়ে রাস্তার বেশ কিছু ঘটনায় ধারাবাহিক হস্তক্ষেপ করে এই নামে, আই নেভার আস্কড ফর ইট বা আমি এর জন্য আহ্বান জানাই নি: | |
25 | মারদাঙ্গা নায়ক: এন. | 你真的觉得自己理应受羞辱吗? |
26 | একটি মহিলা যে রাস্তার যৌন হয়রানির মুখে, বিষয়টিকে ন্যায়সঙ্গত ভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিল। | |
27 | তার চূড়ান্ত প্রতিক্রিয়া হতে পারত এই হয়রানির বিষয়টিকে উপেক্ষা করা, কিন্তু তা সে করতে বাধ্য হল, এটা খেয়াল না করার ভান করে। | |
28 | […] ব্লাঙ্ক নয়েজ স্ট্রিট এ্যাকশন আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে একজন বীরত্ব পূর্ণ নায়ক হবার জন্য, অংশগ্রহণ কারীকে অনুরোধ করা হয় এমন এক পোশাক পরার জন্য, যে সমস্ত পোশাক পড়ে তারা যৌন হয়রানির শিকার হয়। | |
29 | এই কাজটি করে তারা সক্রিয় ভাবে এমন এক অবস্থান নেয়, যাকে বলা যায় এভাবে যে ‘আই নেবার আস্কড ফর ইট' বা ‘আমি এর জন্য আহ্বান জানাই নি '। | |
30 | এই কাজটি আরেক ভাবে করা হয়, এতে মেয়েদের একটি পোশাক পাঠানোর আহ্বান জানানো হয়। | 你真的认为,只有特定服饰会让女性碰上街头性骚扰吗? |
31 | আপনি কি মনে করেন, আপনি এর জন্য তাদের উৎসাহিত করেন, যখন আপনি রাস্তায় যৌন হয়রানির শিকার হন? কতবার আপনি এক জোড়া জীনসের পোশাক, সালোয়ার কামিজ, স্কার্ট, টি শার্ট পড়ার জন্য নিজেকে অভিযুক্ত করেন? | 根本不是,根本没有所谓「自找的」性骚扰,我们需要你向世人/向自己证明 |
32 | আপনি কি মনে করেন আপনি অপমানিত হবার যোগ্য? | 怎么做? |
33 | আপনি কি মনে কর এই বিশেষ ধরনের পোশাকের জন্য মেয়েরা রাস্তায় যৌন হয়রানির শিকার হয়? আমরা বলি ‘না'। | 把你受骚扰时穿着的服装寄给我们,你的衣服即为事实、证据、见证者、记忆,[…]下一步是什么? |
34 | আমরা বলি হয়রানির জন্য ‘আহ্বান জানানোর' মতো কোন বিষয় নেই এবং আপনাকে আমাদের প্রয়োজন এই বিষয় আমাদের/ আপনার নিজের ক্ষেত্রে এই হয়রানির বিষয়টি প্রমাণের জন্য। | |
35 | যে সমস্ত পোশাক পরার জন্য আপনি ইভ টিজিং এর শিকার হয়েছেন সে রকম একটা পোশাক আমাদের পাঠিয়ে দিন। | |
36 | আপনার পোশাক হবে আপনার সত্য প্রকাশের হাতিয়ার, আপনার সাক্ষী, আপনার প্রমাণ, আপনার স্মৃতি। […] এরপর? | 我们主张将这些服装展示于各个城市的街道上,否定社会认为女性受侵害都是自找到。 |
37 | আমরা প্রস্তাব করবো এই সমস্ত পোশাক আপনার শহরের রাস্তায় চালু করতে এবং যৌথ ভাবে এই ধারণাকে চ্যালেঞ্জ জানাবো, যে মেয়েরা নিজেরাই যৌন আঘাতের জন্য আহ্বান জানায়। | |
38 | ঘুরে দাঁড়ানো অথবা না দাঁড়ানো | 反击或不反击 |
39 | ব্লাঙ্ক নয়েজ সম্প্রতি যৌন হয়রানি থেকে আত্মরক্ষার বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিল। | 「空白噪音」计划最近讨论自卫策略: |
40 | গুঁড়া মরিচ, বাঁশের লাঠি, বেইগন স্প্রে (কীট নাশক মারা ওষুধ), খেলনা বন্দুক, বডি স্প্রে বা শরীরে দেওয়ার সুগন্ধী, বড় আকারের থলে, চোখ, লোহার মাপকাঠি, নখ, আত্মবিশ্বাস, রিং, কলম, গোল মরিচের গুঁড়া, কাগজ কাটার চাকু, পেনসিল, রাগী চোখে তাকানো, মুখ, হাত, পা, কনুই, চোখা পেনসিল, দাঁত, হাতব্যাগ, চিরুনি, বডি স্প্রে বা শরীরে দেওয়ার সুগন্ধী, ছোট সরু চাকু, মনোবিজ্ঞানের মোটা বই, সেল ফোন, মাথা, সদম্ভে চলাফেরা, মনোভাব, মোবাইল ফোন, বই, ফাইল, ব্যাগ, আড়াআড়ি দুই বাহু রাখা, কথোপকথন, কলম, পিন, সুই, শ্বাস নেবার স্প্রে, এক গোছা চাবি, মাথায় দেবার পিন, ৩৫৪ ধারার উপর করা ব্লাঙ্ক নয়েজের প্রচার পত্র, দোপাট্টা বা ওড়না ,দুই বাহু আড়াআড়ি করে রাখা, স্থির দৃষ্টিতে তাকানো, কটমট করে তাকানো, মোবাইল ফোনে কথা বলতে থাকা, চোখে চোখ না রাখা। জনসম্মুখে নিজেকে নিরাপদ রাখার জন্য এই সমস্ত অস্ত্রগুলো মেয়েরা ব্যবহার কর। | 辣椒粉、竹棍、杀虫喷雾、玩具枪、身体喷雾、大包包、眼、肘、钢尺、指甲、信心、戒指、笔、胡椒粉、裁纸刀、铅笔、愤怒眼神、口、手、拳、脚、牙齿、手提袋、梳子、匕首、态度、手机、书本、档案、手机、大脑、威吓、双手交叉、对话、缝衣针、口气芳香、一串钥匙、发夹、「空白噪音」有关印度刑法第354条的手册、长围巾、盯着地上、皱眉、讲手机、别做眼神接触。 |
41 | এই তালিকায় যে সমস্ত বস্তু অস্ত্র হিসেবে রাখা হয়েছে, সেগুলো সাধারণ দৃষ্টিতে অস্ত্র নয়, তবে সারা বিশ্বে অনেক মেয়ে এই সমস্ত বস্তু ব্যবহার করে, খানিকটা নিরাপত্তার খাতিরে। | 这些是女性希望在公共空间感觉安全的部分「武器」,上述多数物品皆非一般武器,但世界各地女性许多女性都使用这些工具,让自己拥有安全感。[ |
42 | […] যৌন হয়রানি ক্ষেত্রে সংঘাতময় আত্মরক্ষা প্রাথমিক প্রতিক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু তা এ ধরনের ঘটনায়, আদৌও কি কোন সাড়া দেবার মতো অবস্থার সৃষ্টি করে? | …]面对性骚扰问题时,暴力绝不该成为主要反应,但人们应该要有反应吗? |
43 | ব্লাঙ্ক নয়েজ গাই | 「空白噪音」男子 |
44 | এ বছরের শুরুতে ব্লাঙ্ক নয়েজ পুরুষদের জন্য একটা ব্লগ তৈরি করেছে যাকে বলা হয় ব্লাঙ্ক নয়েজ গাই: | 今年初,「空白噪音」计划为男性建立「空白噪音男子」博客: |
45 | ব্লাঙ্ক নয়েজ তীব্র ভাবে পুরুষদের প্রতি কৌতূহলী! | 本计划对男性非常有兴趣!「 |
46 | প্রথম পর্যায়ে ব্লাঙ্ক নয়েজ গাই ব্লগ, পুরুষ/কিশোরদের রাস্তায় সংঘটিত যৌন হয়রানির প্রতি সাড়া দিতে আহ্বান জানায়। | 空白噪音男子」博客目前在第一期,希望男性回应街头性骚扰,请将你对街头性骚扰的看法寄给我们,如果你曾目击、有所感受、参与其中、(刻意或无意)造成性骚扰,都欢迎寄给我们。 |
47 | রাস্তায় সংঘটিত যৌন হয়রানির ব্যাপারে আপনার চিন্তা আমাদের লিখে পাঠান। | 校对:Soup |
48 | যদি আপনি এ ধরনের কোন দৃশ্য দেখে থাকেন, তা হলে আমাদের লিখে পাঠান এবং তার প্রতিউত্তরে আপনি কি করেছেন সেই বিষয়ে আপনার অনুভূতি লিখে জানান, এমনকি যদি আপনি নিজেই এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন, তা জানান (জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে)। | |