Sentence alignment for gv-ben-20101225-14199.xml (html) - gv-zhs-20101216-7022.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে বিলম্বনাধিকার প্রয়োগ马来西亚:冻结医学院
2মালয়েশিয়ার সরকার সারা দেশে চিকিৎসা শাস্ত্র বিষয়ক কর্মসূচীর উপর ৫ বছরের মোরাটোরিয়াম বা বিলম্বনাধিকার (ঋণশোধ বিলম্বিত করার জন্য আইনসম্মতভাবে অর্জিত অধিকার বা উভয় পক্ষের সম্মতিতে মুলতবি অথবা বিলম্বকরণ, এখানে মূলত এই খাতে কিছু সময় ঋণ প্রদান বন্ধ রাখা) প্রয়োগ করেছে।
3তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে প্রতি বছর সংখ্যায় নয়, গুণগত মানসম্পন্ন ডাক্তার বের হয়ে আসে, কারণ প্রতি বছর মালয়েশিয়ায় ডাক্তারী ডিগ্রিধারীদের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে।
4পাগালাভান লেটচুমানানা বিশ্বাস করেন যে কেবল বিলম্বনাধিকার-এর প্রয়োগই যথেষ্ট নয়। মালয়েশিয়া বর্তমানে চিকিৎসা শাস্ত্র শিক্ষা প্রদান করা হয়, এমন স্কুলের সংখ্যা অনেক এবং আরো বেশি টাকা পকেটে ভরার জন্য তারা ছাত্রের সংখ্যা বাড়িয়েই যাবে।由于医学院毕业生逐年增加,马来西亚政府宣布,国内医学院五年内不得增加科系或招生人数,希望走向重质不重量。
5আর এর ফলে দেশে ডাক্তারের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে। আমি মনে করি এটা বিশেষ করে পিতামাতাদের জন্য গুরুত্বপূর্ণ।Pagalavan Letchumanan认为光是冻结还不够:
6তাদের বোঝা উচিত আগামী ২-৩ বছরের মধ্যে ডাক্তারী শাস্ত্র আর নিশ্চিত জীবনের নিশ্চয়তা প্রদান করতে পারবে না। আমি সত্যিই আশা করব যে, পিতামাতা এবং ছাত্ররা ডাক্তারী শাস্ত্র পড়ে নিজের জীবনকে গৌরবান্বিত করার কথা ভাবা বন্ধ করবে।现有院校已经太多,不断提高招生人数以增加收入,故毕业生人数不断攀升…家长必须认清,两三年后,医师将不再是铁饭碗,我真心希望家长与学生不再认为从医就必然一生光彩。
7পিলোকারপাইন একই রকম আবেগ প্রদর্শন করছেন:Pilocarpine亦有同感:
8পাঠ করার পর, আমি এই বিষয়টি খেয়াল না করে পারিনি যে, কাগজে বর্ণনা করা হয়েছে রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া অথবা ভারতের ডাক্তাররা অনেক নিচু শ্রেণীর, কারণ আমার স্বল্প সময়ে পেশাগত জীবনে এইসব তরুণ ডাক্তারদের সাথে কাজ করার সময় আমি বেশ কিছু ডাক্তার দেখেছি, যারা ওই সমস্ত দেশ থেকে ডাক্তারী বিদ্যা লাভ করেছে, যাদের জ্ঞান, উদ্যম এবং অংশগ্রহণ স্থানীয়দের তুলনায় অনেক বেশী।
9যদি ওই সমস্ত দেশের চিকিৎসা মহাবিদ্যালয়গুলোর মান শুরু থেকে নীচু শ্রেণীর হয়, তাহলে কি ভাবে তা আমাদের উচ্চ শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভের যোগ্যতা অর্জন করে? মেডিসিন মালযেশিয়াও একই ভাবে বিশ্বাস করে যে কেবল বিলম্বনাধিকার যথেষ্ট নয়, এবং চিকিৎসা বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ছাত্রের গুণগত মান বৃদ্ধির জন্য সেগুলোর সংস্কার প্রয়োজন।媒体报导常强调,来自俄罗斯、乌克兰、印尼或印度的医学院毕业生素质低落,我总觉得说法不当,因为依据我和这些资浅医师短暂往来的经验,我发现他们许多人的知识、上进心及参与精神优于本地生,若这些国家的医学院确实比较差,他们又如何通过我国高等教育认证呢?
10চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে নম্বর অর্জনের বিষয়টি আরো কঠোর হওয়া প্রয়োজন এবং সেখানে এক উচ্চ লক্ষ্যমাত্রা স্থাপন করা দরকার।Medicine Malaysia也觉得冻结医学院之外,还得进行改革,才能提升毕业生质素:
11শিক্ষাবিদদের মনোযোগ এই দেশের প্রতি আকর্ষণ করা প্রয়োজন এবং বর্তমানে যারা রয়েছে, তাদের একইভাবে রেখে দেয়ার ক্ষেত্রে সমান গুরুত্ব প্রদান করতে হবে। এটাই হচ্ছে সেই বাস্তবতা যা আমরা আমাদের সম্মানিত স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে শুনতে চাই।医学院鉴定程序必须严格,并设定高标准,除了吸引外国人才前来,留住本国现有菁英也同样重要,这才是我们对卫生部长的期望,冻结医学院五年只是种直觉反应,这项问题需要更多因应之道。
12পাচ বছরের এক মোরাটোরিয়াম কেবল এক হাঁটুর কম্পনের প্রতিচ্ছবি, এমন এক সমস্যা, যাকে পরিষ্কারভাবে আরো বিস্তারিতভাবে জানা প্রয়োজন।Alex Tang则庆幸政府终于处理医学生供过于求的问题,但感叹为时已晚:
13তবে আলেক্স ট্যাঙ স্বস্থি লাভ করেছেন এই কারণে যে, অনেক বেশি পরিমাণ ডাক্তার পাস করে বের হতে থাকার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে, সে সম্বন্ধে কর্তৃপক্ষ জ্ঞাত রয়েছে, যদি তিনি অনুভব করেন, এই ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে।
14ইতোমধ্যে প্রতি বছর দেশের ২৪ টি চিকিৎসা মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীরা ডাক্তারী পাশ করে বের হয়ে আসছে। অন্যদিকে অন্য অনেক ছাত্র বিদেশের চিকিৎসা মহাবিদ্যালয় পড়েছে, যারা শীঘ্রই পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবে।全国24所医学院早已生产大批毕业生,还有许多人不久后会从国外毕业返乡,马来西亚医师很快就将供需失衡,但国内许多家长仍要求孩子习医。
15এ কারণে মালয়েশিয়ায় শীঘ্রই উপচে পড়া ডাক্তারের কারণে প্রয়োজনের চেয়ে বেশী ডাক্তারের বিষয়টি বাস্তবতায় পরিণত হবে। এরপরেও আমি দেখতে পাচ্ছি, মালয়েশিয়ার সব জায়গায় অভিভাবকরা তাদের সন্তানদের ডাক্তারিবিদ্যা পড়ার জন্য অনুরোধ করছে।多数马来西亚民众显然不支持这项政策,甚至怪罪政府是造成这项问题的祸首,Dr Hsu表示:
16এটা পরিষ্কার যে, এই বিষয়টি বেশির ভাগ মালয়েশীয় নাগরিক সমর্থন করছে না, এবং প্রথম অবস্থায় সমস্যা সৃষ্টির জন্য অনেকে এমন কি সরকারকে দোষী করছে। ব্লগার ড:.医学院之所以突然大增,显然是因为公立院所闹医师荒,多数医师依法律规定在公家单位服务届满后,都会跳槽至条件普遍较好的民营医院。
17এইচএসইউ এ রকম এক মনোভাব প্রকাশ করেছেন। বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত ডাক্তারের অভাবের কারণে দৃশ্যত ব্যাঙের ছাতার মত চিকিৎসা মহাবিদ্যালয়ের জন্ম হচ্ছে।其他国家面对这种现象,理应要找出医师不愿在公立院所任职的原因,再试图解决医师不满之处,希望能藉此留住人才,我认为这是一般人的逻辑。
18এর অন্যতম কারণ সরকারি খাতে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত চাকুরী করার পর তারা অবসর নেয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের বেশী বেতনের চাকুরীতে যোগ দেয়।如过往众多例子所见,马国政府的解决之道向来不符一般逻辑,而会选择其他强势作为。
19বিশ্বের বেশীর ভাগ দেশে, যৌক্তিক ব্যাপার হচ্ছে বেসকারি পর্যায়ে ডাক্তারীদের চাকুরীতে যোগ দানের মত মেধা পাচারের কারণকে প্রতিরোধ করার জন্য, এর কারণ বের করার চেষ্টা করা হয়, কেন ডাক্তাররা সরকারি চাকুরির মায়া পরিত্যাগ করছে।
20এরপর তাদের বেতনের বিষয়টি ঠিক করার চেষ্টা করা হয়, এবং এর মাধ্যমে তাদের চাকুরীতে রেখে দেবার চেষ্টা করা হয়। আমি এই বিষয়টিকে বলি ‘সাধারণ যুক্তি'।若医师不愿留在公家单位,马来西亚就培养大批医师进入市场,纵然设立医学院及训练医师成本很高也无妨。
21মালয়েশিয়ার ক্ষেত্রে এই ঘটনার সমাধান, অন্য অনেক তৎক্ষণাৎ ভাবে সারা কাজের মত, তারা সাধারণ যুক্তিকে গ্রহণ করবে না, তার বদলে বল প্রয়োগ করে এর সমাধান করবে। যদি ডাক্তাররা সরকারি চাকুরীতে থাকতে না চায়, তাহলে সরকার মালয়েশিয়া ডাক্তারে ভরে দেবে।只要训练众多医院,人力市场就会人满为患,届时医师便别无选择,只能留在公立医院里工作。
22কাজেই এখানে ধরে নিতে হবে মালয়েশিয়ার নিজস্ব যুক্তির সাথে যেতে হবে। চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা এবং ডাক্তারদের প্রশিক্ষণ প্রদান করা যে অনেক ব্যয়সাধ্য ব্যাপার, তাতে কিছু আসে যায় না।马来西亚最大英文报纸《The Star》亦报导,政府决定冻结国内医学院五年。
23যদি যথেষ্ট পরিমাণ ডাক্তার বের হতে থাকে, তাহলে বাজার ডাক্তারে ভরে যাবে এবং এর ফলে ডাক্তারদের আর সরকারি চাকুরীতে থেকে যাওয়া ছাড়া গত্যন্তর থাকবে না।文章缩图来自Flickr用户Pacific Northwest USCG,依据创用CC授权使用
24মালয়েশিয়ার অন্যতম প্রধান সংবাদপত্র দি স্টারের সংবাদে এই বিষয়টি নজরে এসেছে যে, সরকার পাঁচ বছর চিকিৎসা মহাবিদ্যালসমূহে এক বিলম্বনাধিকার প্রয়োগ করেছে।校对:Soup