# | ben | zhs |
---|
1 | ফিলিপাইন্স: মাইকেল জ্যাকসনের জন্যে নৃত্যরত কয়েদিদের ভালবাসা প্রদর্শন | 菲律宾:舞蹈囚犯再登场 |
2 | তারা আবার এটি করেছে। গত ২৭শে জুন সেবুর সাজাপ্রাপ্ত কয়েদিরা জনপ্রিয় সঙ্গীত তারকা মরহুম মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নৃত্য পরিবেশনা করে। | 这群人再度登场,6月27日,菲律宾宿雾监狱囚犯随着已逝流行乐巨星麦可杰克森(Michael Jackson)的音乐起舞,以纪念他辞世一周年。 |
3 | ২০০৭ সালে ফিলিপাইন্সের সেবু দ্বীপের এই দুর্ভেদ্য কারাগারের এক হাজারেরও বেশী কয়েদী মাইকেল জ্যাকসনের থ্রিলার গানটি পরিবেশন করার পর তার ভিডিও ইন্টারনেটে তুলে দিলে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। | |
4 | ইউটিউবে কয়েদিদের এই মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত চার কোটি বিশ লাখ বার দেখা হয়েছে - যা এ যাবৎকালের সবচেয়ে বেশী দেখা ভিডিওর অন্যতম। লিন্ডসেইজ এডভেন্চার ইন ফিলিপাইন্স ব্লগের এই নৃত্যরত কয়েদিদের দেখে অন্যরকম মনে হয়েছে: | 2007年,宿雾省高度戒备监狱在互联网上张贴视频,拍摄重刑犯模仿麦可杰克森的「Thriller」舞步,在国际上一夕成名。 |
5 | গত কয়েকবছর ধরে তারা এই নৃত্যানুষ্ঠানগুলো তাদের পুনর্বাসনের একটি অংশ, ভাল কিছু করার নিদর্শন হিসেবে পালন করে আসছিল। | 这段视频在YouTube网站上吸引逾4200万人次浏览,成为极热门的一段画面。 |
6 | সত্যিই অন্যরকম লাগছিল। এই হাজারেরও বেশী কয়েদিদের কমলা প্যান্ট পরে নৃত্য প্রদর্শন দেখতে সত্যিই অদ্ভুত লেগেছিল। | Lindsay's Adventure in the Philippines觉得囚犯跳舞的画面很怪异: |
7 | তাদের মধ্যে একদল আবার বাকী সবার মধ্যে থেকে বেশি পারদর্শী তাই তারা সবার মাঝখানে থেকে তাদের পরিবেশনা দেখিয়েছে। দ্যা ফাউন্টেইন ঈল্ড এই নৃত্য পরিবেশনাকে কয়েদিদের জন্যে একটি থেরাপী বলে অভিহিত করেছেন। | 过去几年,他们都将跳舞列入矫治课程中,希望藉以改善囚犯的行为,看着逾千名囚犯身穿橘色制服,整齐一致地跳舞,实在是种奇怪的光景,甚至还有一群表现特别出色,故排队时放在中心。 |
8 | আমাদের সবারই ভাল হওয়া দরকার, সবারই দরকার দ্বিতীয় একটি সুযোগ। আমাদের সেরে ওঠার ভাল উপায় হচ্ছে শৈল্পিক পরিবেশনা। | The Fountain Yield认为表演是对囚犯的治疗方式。 |
9 | শিল্প আত্মাকে স্বাধীনভাবে মেলে ধরতে সাহায্য করে। এই লোকেরা তাদের জীবনে হয়ত কোন ঝামেলায় পরেছিল বা স্খলন হয়েছিল যার জন্যে কারাগারে ঠাঁই হয়েছে তাদের। | 我们都需要治疗,每个人都有权获得另一次机会,透过任何艺术是最佳治疗方式,艺术让人民能够自由表达,这些人的生活肯定历经某些困阻,才会成为囚犯,舞蹈让他们能够释放情绪,也能够提振他们的斗志,有朝一日出狱时,会变得更乐观。 |
10 | তাদের জন্য নৃত্য হচ্ছে পরিবর্তনের আভাস। এছাড়াও এটি তাদের নৈতিকতাকে চাঙ্গা করতে পারে। | Hellagood Ed's Wee Weblog质疑音乐在矫治课程的功能: |
11 | যখন তারা জেল থেকে বের হবে এই শৈল্পিক পরিবেশনা তাদের অনুপ্রেরণা দিতে পারবে। | 为了要阻止狱囚暴动,难道就忽视人权吗? |
12 | এর মধ্যে, হেল্লাগুড এড উইজ ওয়েবলগ কয়েদিদের পুনর্বাসনে সঙ্গীতের ভূমিকা নিয়ে কথা বলেছে। | 掌控每位囚犯的目标变成公关宣传吗? |
13 | কয়েদিদের বিপ্লব ঠেকানো বা তাদের প্রতিটি পদক্ষেপের নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে এইসব প্রচেষ্টা মানবাধিকারের দিক দিয়ে কতটা যুক্তিযুক্ত? | |
14 | যদি কয়েদিদের সাজার রকমভেদ উপেক্ষা করে সবাইকে একসাথে একই রুটিনে এরকম কাজে নিয়োজিত করা হয় তাহলে খুনী থেকে সাধারণ চোরের সাজার মধ্যে তফাৎ থাকল কই? | 若刑期要与罪行相符,这些囚犯的罪名从谋杀到行窃不一而足,同样的课程如何能一体适用? |
15 | যদি কয়েদিদের নৃত্য পরিবেশনায় বাধ্য করা হয় তাহলে তাদের পুনর্বাসনের আকাঙ্খাটি কতটি যুক্তিযুক্ত? | 若狱囚被迫一同学习跳舞,这种矫治课程能发挥什么效果? |
16 | গত বছর মাইকেল জ্যাকসন মারা যাবার মাত্র দু'দিন আগে এই একই দল আরেকটি নৃত্য পরিবেশন করে। সেই ভিডিওটির সরকারী সংস্করণ এখনও অনলাইনে তুলে দেয়া হয় নি। | 去年在麦可杰克森过世两天后,同一批狱囚也以表演向他致敬,目前互联网上并无官方画面,以下是今年表演的非官方记录: |
17 | তবে এর একটি ব্যক্তিগত চিত্রায়ন নীচে দেখা যাবে। | 校对:Soup |