# | ben | zhs |
---|
1 | সুদান: দারফুর গণহত্যার উপরে অপরাধীদের ভিডিও স্বীকারোক্তি | 苏丹:达佛加害者在影片里吐露实情 |
2 | এজিস ট্রাস্ট কর্তৃক সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখিয়েছে চারজনের স্বীকারোক্তি যারা জানিয়েছে তারা দারফুরের সংঘর্ষ আর গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে, আর যারা এটাকে গণহত্যা বলে অভিহিত করতে ভীত না। দ্যা হাবে ভিডিওটি আপলোড করা হয় আর আশা করা হচ্ছে যে তথ্যকে প্রচারের জন্য মানুষ এটাকে অন্যদের কাছেও পাঠাবে: | Aegis Trust最近公布的一段影片中,共有四名男子表示自己曾亲身参与苏丹达佛(Darfur)地区的暴力与屠杀,也不在意称呼此事为种族屠杀,这段影片可自The Hub网站上取得,希望人们能将这项讯息转告他人: |
3 | এই লোকরা- যাদের পরিচয় ঘোলাটে- ভূতপূর্ব সুদানী সেনা আর জাঞ্জাউইদ মিলিশিয়ার ভূতপূর্ব সদস্য: একজন সুদান সেনার বেতনে সিনিয়র অফিসার ছিলেন, একজন উচ্চপদস্থ জাঞ্জাউইদ কমান্ডার, আর একজন জাঞ্জাউইদ পদাতিক সেনা, আর শেষের জন সুদানী সেনা। | 这四名男子身份不明,过去曾加入苏丹政府军与阿拉伯民兵,四人包括政府军资深军官、民兵高阶指挥官、民兵步兵、政府军士兵。 |
4 | ভিডিওতে আপনি ওদের স্বীকারোক্তি শুনতে পাবেন যে কি করে সুদানী সরকার জাঞ্জাউইদ মিলিশিয়াদের নিযোগ করেছিল, তাদেরকে অস্ত্র আর সাপ্লাই দিয়েছিল আর যখনি তারা গ্রামে হামলা করতো, সরকার তা ধামাচাপা দিত আর জানাতো যে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা আক্রমণ হয়েছে, সাধারণের বিরুদ্ধে মিলিশিয়ার আক্রমণ এটা না। | 他们在影片中描述苏丹政府如何招募阿拉伯民兵、提供武器及供给攻击村庄所需的一切,政府会为民兵掩护,声称攻击行动是政府军清剿叛军,而非民兵攻击平民。 |
5 | ভিডিওটা জার্মান, আরবী আর ফরাসী সাবটাইটেলসহ আছে। | 影片备有德文、阿拉伯文与法文字幕。 |
6 | হিউমান রাইটস ফার্স্ট সম্পর্কে এজিস ট্রাস্টের প্রেস রিলিজ অনুসারে, এই ভিডিও আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সুদানের প্রেসিডেন্ট জেনারেল ওমর আল-বাশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সাহায্য করতে পারে: | 根据Aegis Trust在Human Rights First网站上的新闻稿,影片能帮助国际法庭决定是否要对苏丹总统Omar al-Bashir将军发布逮捕令: |
7 | ২০০৩ থেকে, দারফুরে অন্তত ৩ লাখ সাধারন মানুষ মারা গেছে আর কোটি কোটি জন তাদের বাড়ী ঘর থেকে স্থানচ্যুত হয়েছে, অনেকে ‘জাঞ্জাউইদ' (ঘোড়ার পিঠে শয়তান) নামে মিলিশিয়ার হাতে। বার বার বেঁচে যাওয়ারা বলেছেন- আর আন্তর্জাতিক অব্জারভাররা নিশ্চিত করেছেন- তারা যখন হত্যা, ধর্ষন, লুট আর গ্রামের পরে গ্রাম পুড়িয়েছে, জাঞ্জাউইদকে সুদানী সেনা আর বিমান বাহিনী সহায়তা করেছে। | 2003年以来,至少30万平民在达佛地区罹难,数百万人被迫离开家园,许多人都受到阿拉伯民兵迫害,幸存者屡屡表示他们受到强 暴、谋杀、洗劫,村庄也在火势中毁坏,这些事都经国际观察员证实,民兵背后有苏丹政府陆军及空军做靠山,但苏丹政府长期否认对达佛苦难有任何责任,表示政 府与阿拉伯民兵毫无瓜葛。 |
8 | তারপরো সুদানী সরকার লাগাতার দারফুরের অনাচারের দায় অস্বীকার করেছে আর আজ পর্যন্ত, বলে যে জাঞ্জাউইদের সাথে তাদের কোন সম্পর্ক নেই। | 但影片里的前政府军或民兵成员口中,我们听到的故事却非常不同,他们有些人是首次在大众面前发言。 |
9 | তবে এই চলচিত্রের অংশগ্রহনকারীরা - যারা জনসম্মুখে হয়তো প্রথমবার কথা বলছে- অন্য একটা গল্প শুনিয়েছে। | 影片如下: |
10 | ভিডিওটা এখানে দেখা যাবে: দারফুর ধ্বংসপ্রাপ্ত: সুদানের অপরাধীরা নিরবতা ভেঙ্গেছে, এজিস ট্রাস্ট এর সৌজন্যে ভিমিওতে। | 缩图来自Nicolas Rost/UNHCR,由hdptcar上传 |
11 | থাম্বনেইল ছবি ব্যবহার করা হয়েছে নিকোলাস রোস্ট/ইউএনএইচসিআর এর সৌজন্যে যা এইচডিপিটিসিআরে আপলোড করা হয়েছে। | 校对:Soup |