# | ben | zhs |
---|
1 | দক্ষিণ কোরিয়া: স্পা মোঘল ইয়েনপিয়েং এর শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে | 韩国:SPA大亨协助延坪岛难民 |
2 | গত সপ্তাহে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা অধ্যুষিত ইয়েনপিয়েং দ্বীপের উপর সামরিক হামলা চালালে চার জন লোক মারা যায় এবং তা এই শহরটিকে এক ভূতড়ে নগরীতে পরিণত করে। | |
3 | দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয় মরিয়া দ্বীপবাসী জন্য সাহায্যের প্রস্তাব আসছে। | 朝鲜于11月下旬炮击韩国的延坪岛(Yeonpyeong),造成四人死亡,让原有人烟的岛屿宛若鬼城,之后韩国各地均涌现种种援助,希望协助受苦的岛上居民。 |
4 | উত্তর কোরিয়ার বোমা বর্ষণে ইয়েনপিয়েং দ্বীপটি বিধ্বস্ত হয়ে যাবার পর, এর বেশির ভাগ লোক নিজেদের বাড়িঘর ফেলে কাছের শহর ইনচিওন এ পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে সেখানে ১৩০০ নাগরিক, যারা গৃহহীন তাদের জন্য একজন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। | 炮击事件发生后,多数居民都逃至距离最近的城市仁川(Incheon),被迫弃守家园,所幸许多人对他们伸出援手,才不致让这1300人流 离失所,感谢Park Un-gyu的善心,目前约800人居住在他所开设的顶级SPA会馆Inspa World,他不求任何回报,自掏腰包提供住宿与餐食超过一星期,报纸估算,费用达8. |
5 | সম্প্রতি উদ্বাস্তু হয়ে আসা ইয়েনপিয়েং এর বাসিন্দাদের মধ্যে ৮০০ জন ইনস্পা ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানে বাস করছে, যা ইনচিওন এর সবচেয়ে সুবিধা সম্বলিত স্পা কেন্দ্র (এক ধরনের জল চিকিৎসা কেন্দ্র)। | |
6 | এই ঘটনার জন্য এর মালিক পার্ক উন গিউয়ের মহানুভবতাকে ধন্যবাদ। | 8万美元。 |
7 | পার্ক খুব ভালোভাবে উদ্বাস্তুদের জন্য থাকার এবং খাবার ব্যবস্থা করে দিয়েছে, তার নিজস্ব খরচে এবং কোন ধরনের শর্ত যুক্ত না করে। | |
8 | এক সপ্তাহ ধরে তিনি তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। | |
9 | স্থানীয় সংবাদপত্র হিসেব করে দেখেছে যে উদ্বাস্তুদের আশ্রয় ও খাদ্য প্রদানে তার ব্যয় হবে প্রায় ১০০ মিলিয়ন ওন (৮৮,০০০ ডলার)। | |
10 | যদিও ত্রাণের জন্য অর্থ দানের প্রস্তাব এসেছে এবং অজস্র স্বেচ্ছাকর্মী এখানে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আবার অনেকেই সেখানে সাহায্যের জন্য অনেক ত্রাণ সংস্থা এসে হাজির হয়েছে, তারপরেও পৌরসভার কর্তাব্যক্তিদের ধীরগতির সাড়া প্রদানে অনেক কোরিয়ার নাগরিকরা অসন্তুষ্ট। | |
11 | যখন পার্ক একা নিজে সকল উদ্বাস্তুকে আশ্রয় দেবার ক্ষেত্রে হিমসিম খাচ্ছিল, তখন ইনচেওন পৌরসভার প্রশাসকরা কেবল এই প্রতিশ্রুতি প্রদান করে যে, তারা পার্কের এই খরচ পরে পরিশোধ করে দেব। | |
12 | স্থানীয় প্রচার মাধ্যমের সূত্রমতে, এই প্রাণঘাতী সংঘর্ষের সংবাদ ছড়িয়ে পড়ার এক ঘন্টা পর, পার্ক তার ফোনটি নেয় এবং ইনচেওনের পৌর কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় উদ্বাস্তুদের সাহায্য করার প্রস্তাব প্রদান করে। | |
13 | স্পা ওয়ার্ল্ডের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন ধরনের স্পা বা জল চিকিৎসা প্রদান করা হয়। এটি বেশ আকর্ষণীয় এক ব্যবসা। | 民众获得各界捐助,也有许多志工及援助团体在场,相较于 此,民众对仁川市政府反应冷淡不甚满意,尽管这位SPA业者财务负担沉重,市政府却仅表示,事后将补偿各项开销。 |
14 | এর মালিক সপ্তাহের ছুটির দিনে প্রায় ৩,০০০ এর মত গ্রাহক লাভ করে থাকেন। উদ্বাস্তুদের জায়গা দেবার কারণে পার্ক গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেননি এবং এমনকি এর ফলে অতিরিক্ত কর্মী ভাড়া করেন। | 媒体报导,炮击消息传出后一小时,Park Un-gyu即致电仁川市政府,愿意提供场所收容难民,Inspa World规模庞大,提供多项SPA疗程,每年获利颇丰,周末每日来客人次约三千;为了照顾难民,他取消顾客预约,还增聘人手,之后媒体才披露,先前天安舰事件造成46名士兵丧生后,他也曾免费提供海岸巡防队成员及志工借住。 |
15 | পরে স্থানীয় প্রচার মাধ্যম এই বিষয়টি উন্মোচন করে [কোরিয় ভাষায়], যে সমস্ত উপকূল রক্ষী এবং স্বেচ্ছাসেবক চেওনানের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছিল, পার্ক তাদের জন্য দ্বার খুলে দিয়েছিল এবং এর জন্য তিনি কোন অর্থ গ্রহণ করেননি। সেই ঘটনা ৪৬ জন নৌ কর্মী নিহত হয়। | Twitter用户@barunsori6是媒体工作者,独家访问Park Un-gyu,他在受访时表示,尽管乐于收容难民,但经过八天后,负担已令他难以招架,Barunsori于是发起首次Twitter捐款演唱会,以帮助延坪岛难民,虽然演唱会得等到12月14日才会举行,捐款金额三天内已累积近7000美元,包括韩国摇滚明星Kim Jong-suh及多位知名歌手均已应允出席,Barunsori写道: |
16 | টুইটার ব্যবহারকারী @বারুনসারিও৬, যিনি প্রচার মাধ্যমে কাজ করেন, তিনি পার্কের এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন [কোরিয় ভাষায়]। | |
17 | তার এই সাক্ষাৎকারে পার্ক বলছেন, যদিও তিনি উদ্বাস্তুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে আনন্দিত, কিন্তু তারপরে আট দিন পার হয়ে গেছে এবং তার উপর চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে। | |
18 | ইয়েনপিয়েং উদ্বাস্তুদের জন্য বারুনাসরি প্রথম টুইট দাতব্য সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে, যদিও এই অনুষ্ঠান ডিসেম্বরে ১৪ তারিখের আগে অনুষ্ঠিত হবে না, তারপরে এর জন্য তিন দিনে ৮ মিলিয়ন কোরিয়ান ওন জমা হয়েছে (৭,০০০ মার্কিন ডলার) এবং দক্ষিণ কোরিয়ার অনেক সেরা গায়ক, গায়িকা এবং তারকা উপস্থিত থাকবেন যার মধ্যে থাকবে দক্ষিণ কোরিয়ার কিংবদন্তীর রক গায়ক কিম জং সুহ, তারা আনন্দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। | |
19 | বারুনসরি টুইট করেছিল: [ইয়েনপিয়েং বাসিন্দাদের জন্য দাতব্য সংগীতানুষ্ঠান] সবকিছু পুরোপুরি নির্ভর করছে জনতার দানের উপর ভিত্তি করে। | 演唱会一切都是各方捐助而成,场地免费,慈善活动制作免费,现场转播服务免费,规划免费,任何歌手或演艺人员若想参与,活动是在12月14日晚上七点半,地点是Sindorim Techno,欢迎加入。 |
20 | যেখানে কনসার্ট হবে সেই স্থানটি একজন দান করেছেন, দাতব্য অনুষ্ঠানের প্রযোজনার বিষয়টি একজন দানে তৈরি, এটি যে সরাসরি প্রদর্শন করা হবে, সেই সুবিধাটি-এটি একজনের দানে, করা হবে, আর এর ডিজাইন-তা একজন দান করেছে। | |
21 | কোন গায়ক বা বিনোদনকারী যদি এই অনুষ্ঠানে যোগ দিতে চায় যা, ১৪ ডিসেম্বর, সন্ধ্যা ৭. | |
22 | ৩০ মিনিটে সিন্ডোরিম টেকনো মার্টে অনুষ্ঠিত হবে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগ দিন। | |
23 | চিকিৎসা সেবা প্রদান করার জন্য একদল ডাক্তার ইনস্পা ওয়ার্ল্ডে গিয়েছিলেন। কিম গিল উ ছবি সহ একটি প্রবন্ধ পোস্ট করেছেন যার শিরোনাম “ইনচেওন-এর ইনস্পা ওয়ার্ল্ডে”। | 一个医学团体前往Inspa World担任医疗志工,Kim Gil-woo张贴文章,表示在第一轮义诊中,两位医师便治疗66名长者,文章作者Lee Dae-yeon指出: : |
24 | ডাক্তার কাওন টায়ে-উক এবং ডাক্তার ডায়ে হুইয়ুন প্রথম দফায় ৬৬ জন প্রাপ্ত বয়স্ক রোগীকে সুস্থ করে তোলে, আমাদের প্রথমবার [সেই স্থানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময়]”। | |
25 | এই প্রবন্ধের লেখক লি ডায়ে ইয়েওন লিখেছে: [ইনস্পা ওয়ার্ল্ডের সামনে] এলাকাটি গাড়িতে পরিপূর্ণ ছিল। | Inspa World门口停放许多车,我们走进大门,看到四周有不少救援物质,我看到延坪岛居民在如此拥挤空间里,过得并不舒适,我立刻受这股强烈情绪所震撼。 |
26 | যখন আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করলাম, দেখলাম এখানে সেখানে ত্রাণ সামগ্রী পড়ে রয়েছে। যখন আমি প্রবেশ করলাম আমি ইয়েনপিয়েং দ্বীপবাসীদের মুখোমুখি হলাম, যারা সেখানে তারা গাদাগাদি অবস্থায় অস্বস্তিকর ভাবে বসে রয়েছে। | 临时医疗站成立后,已在不适中度过七天的民众开始排队逐一登记,一位位问诊,两小时稍纵即逝,到了午餐时间,食物都是各方捐赠而来,[…]治疗继续下 去,到了下午四点半,我们共治疗66位患者,我很高兴能够帮助他们,但也很难过,他们失去家园与生计,只能待在SPA会馆里。 |
27 | হঠাৎ আমি এক তীব্র আবেগে আক্রান্ত হলাম। | |
28 | যখন আমরা আমাদের (অস্থায়ী) চিকিসা সেবা কেন্দ্র খুললাম, তখন এখানে যারা এক সাপ্তাহের বেশি সময় ধরে অস্বস্তির সাথে বাস করছে, তারা লাইনে তৈরি করল এবং নিজেদের নাম নিবন্ধন করা শুরু করল। | |
29 | এক এক করে তাদের চিকিৎসা করার সময় দ্রুত দুই ঘন্টা পার হয়ে গেল এবং সেটা ছিল দুপরের খাবার সময়। | |
30 | আমরা সেই সমস্ত খাবার খেলাম, যা বিভিন্ন এলাকার লোক ত্রাণ হিসেবে পাঠিয়েছিল […]। চিকিৎসার কাজ চলতেই থাকল এবং বিকেল ৪. | 许多韩国民众都感谢Inspa World及Park Un-gyu,在急难时刻如此慷慨,也证明社会仍有温情。 |
31 | ৩০ পর্যন্ত আমরা ৬৬ জন রোগীকে দেখলাম। | 校对:Soup |
32 | আমি এই কারণে আনন্দ অনুভব করলাম যে, আমি সেই সমস্ত লোকদের কোন এক ভাবে সাহায্য করলাম, কিন্তু একই সাথে আমার মন খারাপ হয়ে গেল এই ভেবে যে, তারা তাদের বাড়ি এবং জীবন ধারনের উপকরণ সামগ্রী হারিয়ে এসেছে এবং স্পা বা জল চিকিৎসা প্রদান করা হয়, এমন এক জায়গায় বাস করছে। | |
33 | অনেক কোরিয় নাগরিক ইনস্পা ওয়ার্ল্ডের মালিক পার্কের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে, এই জরুরি অবস্থায় অসাধারণ মহানুভবতা প্রদর্শনের জন্য এবং কোরিয়ার সমাজে যে এখনো উষ্ণ হৃদয়ের মানুষ রয়েছে তা নিশ্চিত করার জন্য। | |