Sentence alignment for gv-ben-20120907-30845.xml (html) - gv-zhs-20120907-11436.xml (html)

#benzhs
1হংকং: জাতীয় শিক্ষা কার্যক্রম অনশন ও অবস্থান ধর্মঘটের সৃষ্টি করেছে香港:国民教育科引发绝食、静坐
2আজ সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১২ তারিখ, যা কিনা গরমের দীর্ঘ ছুটির পর হংকং-এর স্কুল সমূহের আবার ক্লাশ শুরুর দিন।今天,2012年9月3日星期一,是香港在漫长暑假后的开学日。
3তবে তারপরেও ছাত্র শিক্ষক এবং অভিভাবকরা নতুন সেমিস্টারকে স্বাগত জানানোর মেজাজে নেই।然而学生们、教师们与家长们却无心迎接新学期的到来。
4স্কোলারিজম-এর তিনটি প্রাথমিক বিদ্যালয়-এর ছাত্র, একটিভিস্ট গ্রুপ, বিতর্কিত জাতীয় শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তারা ৩০ আগস্ট থেকে তিনদিনের এক অনশন ধর্মঘট কর্মসূচি শুরু করে, এদিকে তাদের সমর্থকরা সরকারি ভবনের সামনে এক প্রচারণা শুরু করে।隶属于学民思潮的三位学生成员,一个反对实施保守国民教育计划行动团体,于8月30日展开为期三天的绝食抗议,同时他们的支持者在中央人民政府驻香港特别行政区联络办公室(简称“中联办”)外扎营抗议。
5গতকাল ২ সেপ্টেম্বরে অনশন ধর্মঘট-এর সমাপ্তি ঘটে এবং এরপরেও দশজনের বেশী ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এরপর থেকে আবার অনশন শুরু করে এবং এইবার এই অনশন কর্মসূচি সমাপ্তির কোন তারিখ ঘোষণা করা হয়নি।这三位成员的绝食于昨天9月2日结束,并由十多位学生、教师与家长接续另一波无限期的绝食抗议行动。
6অনশন ধর্মঘটের বিষয়ে স্কলারিজমের বিবৃতির আংশিক অনুবাদ নীচে প্রদান করা হল (ইনমিডিয়াএইচকে. নেট-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া) [চীনা ভাষায়] :以下为学民思潮绝食宣言的部分翻译(节录自香港独立媒体网的Facebook专页 [zh]):
7ফেসবুকের মাধ্যমে পাওয়া অনশন ধর্মঘট সম্বন্ধে স্কলারিজমের বিবৃতি学民思潮的绝食声明,转载自Facebook。
8আমাদের চিন্তা এবং আবেগের স্বাধীনতার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং হংকং-এর ভবিষ্যত-এর জন্য, আমরা অনশন ধর্মঘট শুরু করেছি।我们清楚知道生命有多可贵,但我们更清楚我们的下一代不可成为傀儡,我们渴望他们能够有自己的思考和自己的情感。
9এই জাতীয় পাঠ্যসূচি বাতিল করার ক্ষেত্রে সরকারের আর মোটেও দেরি করা উচিত নয়। আমাদের দাবি, জনতার মতামত-এর প্রতি সিওয়াই লিয়ুং-এর সরকারের অবশ্যই সাড়া দেওয়া উচিত।如今我们放下最基本也是最需要的,不是愚 昧,是我们已无计可施了。
10এটা তাদের দায়িত্ব। উক্ত ব্যক্তিদের প্রতি সমর্থন প্রকাশ করার লক্ষ্যে একটি যৌথ নাগরিক সংগঠন ২ সেপ্টেম্বর-এ, সরকারি ভবনের সামনে এক কার্নিভাল বা মেলা এবং গণ জমায়েত-এর আয়োজন করেছিল, যেখানে তারা এই পাঠ্যসূচির বদলে আরো বেশী সমালোচনামূলক নাগরিক এক শিক্ষা ব্যবস্থার দাবী জানায়:包围中联办、追击吴克俭、九万名市民游行、摆设街站收集十万个签名、追击候选人、长征……一切一切我们都尝试了,但政府仍然充耳 不闻,“卑鄙是卑鄙者的通行证,高尚是高尚者的墓志铭”,政府的卑鄙我们看到了,但我们绝不可允许他的通行,我们绝不可低头,我们坚持信念,要求撤回国民 教育科。
11উক্ত জমায়েতে এই জোটের দশ জন প্রতিনিধি ঘোষণা করেছে যে তারা হয়ত অনশন ধর্মঘট-এর বিষয়টি আরো জোরাল করতে পারেন।为了思想自由,情感自由,为了下一代,为了香港的明天,我们自愿绝食,坚决不已。
12এরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অভিবাবক; এদের মধ্যে একজন শিক্ষক জেমস হন লিন-শান-এর বয়স ৬০ বছর। তিনি বলেন [চীনা ভাষায়]:撤回洗脑国民教育课事不宜迟,梁振英政府必须站出来回应诉求,面对民意,你责无旁贷。
13যদি আমরা এই যুদ্ধে হেরে যাই, তাহলে আমরা এক দেশ দুই পদ্ধতির লড়াই এবং হংকং-এর জনগণের স্বশাসন-এর লড়াই হেরে যাব। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে!为了表达支持,一个公民团体(反国民教育大联盟,简称大联盟)9月2日在政府总部立法会广场外组织一场公民教育嘉年华与群众集会,要求将国民教育改为重要的公民教育。
14সচেতন ছাত্র শিক্ষকদের একটি দল, গ্রীষ্মের বন্ধের পর স্কুল খোলার প্রথম দিনে ক্যাম্পাসে জাতীয় পাঠ্যসূচির বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে একটি ছবি তোলে।以下由Yuiman Fung拍摄的影片记录了当晚集会中不同发言者的声明:
15উক্ত সচেতন দলের ফেসবুকের পাতা হতে নেওয়া।大联盟的十位代表在集会中宣称他们将接续绝食抗争。
16যখন সরকার বারবার তার অবস্থান তুলে ধরছে এই বলে যে এই পাঠ্যসূচি বাধ্যতামূলক নয় এবং উক্ত পাঠ্যসূচি পর্যালোচনা করার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে, তবে ফাঁস হয়ে যাওয়া একটি নথিতে [চীনা ভাষায়] উন্মোচিত হয়েছে যে শিক্ষা ভাবে সকল শিক্ষকের কাছে দাবী করেছে যেন ভবিষ্যতে চিহ্নিত করার জন্য প্রতিটি ছাত্রের বিপরীতে তারা একটি “জাতীয় শিক্ষা ফাইল” খোলে।他们是大学生、教师与家长;其中一位教师James, Hon Lin-Shan已经超过六十岁,他说道:
17সর্বোপরি প্রচার মাধ্যম উন্মোচন করেছে যে মাধ্যমিক স্কুলসমূহ তাদের শিক্ষকদের কাছে দাবী করেছে যে যেন তারা জাতীয় পাঠ্যসূচি বিষয়ে বিস্তারিত কোন কিছু প্রকাশ না করার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে [চীনা ভাষায়]।如果输了这一场仗,甚么一国两制,港人治港都会逐渐步向灭亡。 我们要誓死坚持!
18যার মানে হচ্ছে জনতা এই পাঠ্যসূচি প্রয়োগের বিষয়ে কোন পর্যবেক্ষন করতে পারবে না।一个学生-教师关切团体在开学日于校园中拍摄了一张反对国民教育的抗议照片,转载自该关怀团体的Facebook专页
19ছাত্রছাত্রী, শিক্ষক এবং সচেতন নাগরিকদের কাছে সুশীল সমাজের জোট আহ্বান জানিয়েছে, অনানুষ্ঠানিক ভাবে তৈরি করা কালো তালিকা এবং শিক্ষাসূচি প্রয়োগের বিরুদ্ধে এক প্রতিবাদ হিসেবে তারা যেন গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার প্রথম দিনে কালো পোষাক পরে স্কুলে উপস্থিত হয়।虽然政府不断重申其立场指出该课程并非强制,并成立一个重新检视该课程的委员会,但一份外泄文件 [zh]却揭露了教育局已要求教师为每位学生建立一份“国民教育档案”供作未来参考。
20কয়েকটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং জাতীয় পাঠ্যসূচি বিষয়ে স্কুলের সচেতন দলের মধ্যে থেকে কয়েকজন শিক্ষক, প্রতিবাদ হিসেবে কয়েকটি ছবি তুলেছে, তারা জাতীয় পাঠ্যসূচিকে না বলছে।甚者,媒体披露一所学校已经要求其教师签署一份不得外泄国民教育课程内容细节的同意书 [zh],这意味公众将无法监督该课程的施行。 该公民团体敦促学生、教师与关心该议题的公民们在开学日穿上黑衣表达对事实上的黑名单与施行该课程的抗议。
21গ্রীষ্মের ছুটির পর প্রথম স্কুল দিবসে হাজার হাজার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা কালো পোষাক পরে এই পাঠ্যসূচি বাতিল করার ব্যাপারে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য ক্রমাগত সরকারি ভবনের সামনে অবস্থান গ্রহণ করে।一些学校的学生与教师在校园内组成国民教育关切团体,并拍摄抗议照片、拒绝国民教育课程。 在开学日后,数千位穿黑衣的学生、教师与家长持续聚集在“中联办”外要求政府撤销该课程。
22আজ (২ সেপ্টেম্বর) সরকারি ভবনের একজন সরকারী কর্মচারী নীচে প্রদান করা অনেক উপর থেকে তোলা ছবিটি তোলেন।下文的鸟瞰图由在“中联办”内工作的公务员于今天(9月2日)5pm所摄。
23ছবি স্কোলারিজমের ফেসবুকের পাতা থেকে নেওয়া:转载自学民思潮的Facebook专页:
24সন্ধ্যা সাতটার সময় প্রায় ৮,০০০-এর মত প্রতিবাদকারী সেখানে এসে উপস্থিত হয় এবং জন্য স্কোলারিজম আরো নাগরিকদের প্রতি আহ্বান জানায় [চীনা ভাষায়] যেন তারা সরকারী ভবনের সামনে সারা রাত ধরে চলা এই অবস্থান ধর্মঘটে অংশ নেয়।当晚7pm左右已聚集超过8,000名抗议者,而学民思潮呼吁更多公民 [zh]加入“中联办”外的彻夜静坐。
25সংবাদে জানা গেছে যে অনশন ধর্মঘটে অংশ নেওয়া দুইজন ব্যক্তি নিম্ন রক্তচাপে ভুগছে এবং তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।据报导已有两位绝食抗争者陷入低血糖并被送往医院。
26৩ সেপ্টেম্বর তারিখে সরকারি ভবনের সামনের স্কুল ছুটির পর সমাবেত মানুষের জমায়েতের একটি পূর্নাঙ্গ ছবি।9月3日放学后“中联办”外群众集会的全景图。
27এই ছবিটি স্কোলারিজমের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।图片取自学民思潮Facebook专页。