Sentence alignment for gv-ben-20100102-8381.xml (html) - gv-zhs-20091231-4409.xml (html)

#benzhs
1মালাউই: ব্লগাররা ৩ সপ্তাহে ৩০ বার সংঘটিত হওয়া ভূমিকম্প নিয়ে আলোচনা করছে马拉维:三周三十起地震惊魂
2মালাউইর উত্তরের জেলা কারোঙ্গায় গত তিন সপ্তাহে মোট ৩০ বার ভূমিকম্প সংঘটিত হয় যাকে অনেক ভূতাত্ত্বিক বিরল বলে অভিহিত করেছেন।
3এর ফলে ৫ জনের মৃত্যু ঘটেছে, ২০০ জন আহত হয়েছে এবং ৩০০০ জন মানুষ গৃহহীন হয়েছে।
4সর্বশেষ সংবাদ জানা যায়, ২৭ ডিসেম্বর রোববারে, কারোঙ্গায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে এবং ধারণা করা হচ্ছে, এ ধরনের ভূমিকম্প আবার আঘাত হানতে পারে।
5মালাউইর রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মুথারিকা কারোঙ্গা জেলাকে জাতীয় বিপর্যয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন।
6তিনি দুর্গত এলাকার লোকজনকে সাহায্য করার জন্য অনুরোধ জানান, কিন্তু ইউরেনিয়াম খনি সমৃদ্ধ এই জেলার লোকজনকে সাহায্য করতে সবার কেমন যেন নিরুৎসাহিত ভাব লক্ষ্য করা যাচ্ছে।
7ব্লগাররা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। অনেক মালউই নাগরিকের মনে লম্বা সময় ধরে এই প্রশ্ন রয়ে গেছে, কেন বার বার এ ধরনের ভূমিকম্প সংঘটিত হচ্ছে।过去三星期,马拉维北部Karonga共发生30起地震,连地质学家也直呼罕见,地牛翻身至少造成五人死亡、逾二百人受伤、逾三千人无家可归,新消息指12月27日当地再次发生地震,预料还会有余震接连而来。
8‘কারোঙ্গা এলাকায় সংঘটিত ভূমিকম্প বিষয়ক ধাঁধার হারানো রহস্য' নামক শিরোনামে এক পোস্টে বিস্তারিত ভাবে মুজা গন্ডোওয়ে এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং তিনি এর উত্তর খুঁজেছেন:
9৬ ডিসেম্বর রোববার সকালে, প্রথমবার ভূমিকম্প আঘাত হেনেছিল। সরকার এবং রেডক্রস ভূমিকম্পে বিধ্বস্ত মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করে।总统Bingu wa Mutharika宣布Karonga为国家灾区后,援助纷沓而至,希望能帮助这个铀矿区的居民。
10তবে তারপরেও সরকারকে এর জবাব দিতে হবে, সেখানে কি ঘটেছিল? লোকজন কি জানে, কি কারণে সেখানে ভূমিকম্প সংঘটিত হচ্ছে: তারা কি মনে করে যে, এটা ঈশ্বরের কাজ, তাদের রাগান্বিত পূর্বপুরুষদের প্রদান করা শাস্তি, অথবা পৃথিবীর ধ্বংস যে ঘনিয়ে আসছে এটি তার আলামত?博客亦迅速反应,许多民众心中不免对地震起因存有疑问,Muza Gondwe在The missing Pieces of the Karonga Earthquake Puzzle博客详细撰文,试图解答这个问题:
11ডিসেম্বর মাসে, প্রথম ভূমিকম্পের পরের দিন সকালে ভূমিকম্পে সৃষ্টি এক বিশাল কম্পনের ঘটনা ঘটে। উত্তর মালাউইতে অবস্থিত কারাঙ্গা জেলার মাটি ঠিক এর পরই পরপর বেশ কয়েক বার কেঁপে ওঠে।第一起地震于12月6日晚间发生,政府与红十字会均对灾民伸出援手,但政府也该提供解答,人民应该要知道地震成因,究竟是上帝作为、祖灵愤怒,或末日之兆?
12সবচেয়ে বড় ভূকম্প যেখানে ঘটেছিল সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দুরে অবস্থিত মজুজু জেলায়ও এর কম্পন টের পাওয়া যায়।
13সবচেয়ে বড় ভূকম্পন ছিল রিখটার স্কেলে ৫. ৯ মাত্রার।马拉维北部Karonga地区之后陆陆续续又出现多起地震,因为达芮氏规模5.
14আমার পিতামাতা মুজুজু ও কারোঙ্গা ঠিক মাঝখানের এক এলাকা রুমফিতে বাস করেন। তারা প্রতিবার ভূকম্পনের সময় দৌড়ে ঘরের বাইরে চলে আসেন এবং ভাবতে থাকেন যে পৃথিবীর ধ্বংস আসন্ন।9,连150公里外的Mzuzu地区亦感受到晃动,我父母所住的 Rumphi地区位于Karonga与Mzuzu之间,他们每次地震便夺门而出,不知是否末日已至。
15এখানে তিনদিনে ১২টি ভূকম্পন অনুভূত হয়েছে। এর ফলে বিভিন্ন বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ঘটনায় দেওয়াল চাপা পড়ে এক শিশু মারা গেছে।三天内便出现12次有感地震,许多住家及建筑物受损, 墙壁倒塌也造成一名孩童夭折。
16এখন মুজা এই সব কম্পনের ভূতাত্ত্বিক কারণগুলো সরবরাহ করার চেষ্টা করেছে। মালাউইর রাজনৈতিক দলগুলো এই ঘটনায় সাড়া প্রদান না করায় নাদাঘা তার হতাশা ব্যক্ত করেছেন।Muza试图从地质观点解释地震,Ndagha则不满各政党毫无动静,他说若现在是竞选时期,各党早已蜂涌而至。
17তিনি দাবি করেন, যদি এখন সেখানে নির্বাচনী প্রচারণার সময় হত, তা হলে রাজনৈতিক দলগুলো সেখানে ত্রাণের বন্যা বইয়ে দিত।
18তারা কি সেই সব রাজনৈতিক দল নয়, যাদের কাছে ভূমিকম্পের শিকার মানুষদের দেবার মত যথেষ্ট টাকা নেই, অথবা এই এলাকা প্রচারণা চালানোর উপযোগী নয়?
19২০০৯ সালের শুরুর নির্বাচনী প্রচারণার সময়ের কথা আমি স্মরণ করতে পারি।究竟是政党没钱帮助灾民?
20সে সময় এনডিরানডে বাজারে ঘটা অগ্নিকাণ্ডের “শিকার” ক্ষতিগ্রস্তদের টাকা দেবার জন্য রাজনীতিবিদরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় নেমেছিল।
21আপনাদের এটা জানা প্রয়োজন যে, সেই ঘটনায় কেউ মারা যায় নি বা আহত হয় নি।抑或是因为最近无选举?
22তারপরেও ক্ষতিগ্রস্তরা মোট ৫০ লক্ষ কাওয়াচে (মালাউই মুদ্রা) পেয়েছিল।我记得在今年竞选期间,政治人物都争相捐献帮助Blantyre地区Ndirande市场大火受害者。
23সেই হিসেবে কারোঙ্গার ক্ষতিগ্রস্তদের জন্য ড: বিঙ্গু ওয়া মুথারিকা মাত্র ২৫ লক্ষ কাওয়াচে প্রদান করেছেন!
24হে রাজনৈতিক দল সমূহ, আপনারা দায়িত্বশীল হন এবং নিজেদের সম্বন্ধে যা দাবি করেন, তা প্রদর্শন করুন। যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের এখন সত্যিকার অর্থে আপনাদের প্রয়োজন।在市场大火事件中,完全没有人伤亡,但总共却获得500万元,相较于,Karonga地区只获得总统拨款250万元!
25ইতোমধ্যে প্রাকৃতিক সম্পদ, জ্বালানী ও পরিবেশ মন্ত্রণালয় এই গুজব বাতিল করে যে কারোঙ্গার ভূমিকম্পের কারণ কেইরেকেরা এলাকায় খনি নির্মাণ।
26এটি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দুরে অবস্থিত। মন্ত্রণালয় বলছে, এখানে উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে ইউরেনিয়াম তোলা হয় এবং এই খনিতে মাটির নিচে কোন কাজ হয় না।各个政党,你们也该言行一致吧,现在才是选民真正需要你们的时候。
27এ কারণে এসব ভূমিকম্পের সাথে এই খনির কোন সম্পর্ক নেই। এসব ভূমিকম্পের ঠিক আগে মালাউই চারটি প্রধান অর্থনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়।政府天然资源、能源与环境部则忙着澄清谣言,外界传言指称,Kayerekera地区的矿场距Karonga约35公里,相关采矿工作造成地震,政府则强调铀矿区为露天矿场,并无地下活动,故与震灾无关。
28এগুলো হল, জ্বালানী তেল, বৈদেশিক মুদ্রা বিনিময়, শক্তি বা বিদ্যুৎ এবং পানি সংকট। এর ফলে, ব্লগার অস্টিন মাডিঙ্গা বিস্মিত যে মালাউইর নেতারা এসব ঘটনা থেকে কোন শিক্ষালাভ করছে কি না:在北部地震发生前,马拉维共面临四大经济挑战,包括燃料、外汇市场、电力与饮用水,让博客Austin Madinga质疑马拉维领导人是否有学到任何教训:
29ব্লনটাইরে এলাকায় পানির সংকট রয়েছে, সারা দেশ জুড়ে বিদ্যুৎ ও জ্বালানী সংকট দেখা দিয়েছে, এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ে এক সাধারণ সংকট রয়েছে। এগুলো সমাধান না করা মানেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেষ্টাকে দুর্বল করে দেওয়া।Blantyre地区饮用水不足,全国都欠缺电力和燃料,外汇市场也一片干涸,若未经处理,将会对经济成长造成冲击,许多人都承诺要解决或纾缓现有压力,但要等到何时?
30দেশটিকে বর্তমান চাপ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন রকমের প্রতিশ্রুতি প্রদান করেছে, কিন্তু কখন তারা এইসব প্রতিশ্রুতি পালন করবে?
31আমি নিজেকে এই প্রশ্ন করি, মালাউইর নাগরিকরা কি এই সকল সংকট থেকে বুদ্ধিমত্তার সাথে বের হয়ে আসতে পারবে?我不断自问,马拉维历经这些事件后,会不会变聪明?
32জ্বালানী সংকটের ক্ষেত্রে সাংবাদিক রিচার্ড চিরোম্বো এক ঐতিহাসিক দিক থেকে পরিস্থিতির মূল্যায়ন করার চেষ্টা করছে।
33তিনি দেখাচ্ছেন যে, মালাউইর পণ্য মোজাম্বিকে দিয়ে আসার পরিমাণ কমে আসছে। মালাউই বিগত দশ বছরে ধাপে ধাপে মোজাম্বিকের বেইরা বন্দরের ব্যবহার কমিয়ে দিয়েছে।记者Richard Chirombo从历史角度看待燃料危机,指出因为Beira港口使用量下滑,导致马拉维的货运都困在莫三比克:
34বন্দর কর্তৃপক্ষের পণ্য পরিবহন তথ্য মোতাবেক এই ঘটনা ঘটেছে। কোরনেলডার ডে মোজাম্বিক নামক প্রতিষ্ঠানটি মোজাম্বিক সরকারের কাছ থেকে ২৫ বছরের চুক্তিতে বন্দরের কাজ দেখাশোনার দায়িত্ব লাভ করে।依据莫三比克Beira港务局的资料,马拉维过去十年在该港的使用量大减,Cornelder de Mozambique在1998年获得莫三比克政府的25年港口经营合约,该公司发布的报告指出,马拉维进出口商使用该港口的总量大减,例如该国进出口量 在1998年共达5.
35১৯৯৮ সালে তারা তাদের কাজ শুরু করে। তাদের সূত্রমতে মালাউইর রপ্তানী ও আমদানিকারকরা এই বন্দর ব্যবহার করা একেবারেই কমিয়ে দিয়েছে।7亿立方公吨,并在2002年攀升至13亿立方公吨的高峰,马拉维却无法再打破2006年的最高运量记录。
36তারা বলছে ১৯৯৮ সালে এই বন্দর দিয়ে মালাউইর আমদানি ও রপ্তানীর পরিমাণ ছিল ৫৭০ মিলিয়ান মেট্রিক টন- এবং ২০০২ সালের সবচেয়ে ব্যস্ত সময়ে তার পরিমাণ ছিল ১.
37৩ মিলিয়ান মেট্রিক টন। ২০০৬ সালের সবচেয়ে ব্যস্ত সময়ে মালউয়ি তার পূর্বের নিজস্ব রেকর্ড ভাঙ্গতে ব্যর্থ হয়।对于马拉维在11月及12月发生连续四个星期以上的燃料危机,包括进口商、马拉维政府与莫三比克政府都互相推卸责任。
38জ্বালানী তেল আমদানিকারক এবং মালাউই ও মোজাম্বিকের সরকার জ্বালানী সংকটের জন্য পরস্পরকে অভিযুক্ত করছে।
39এটি পরপর চার সপ্তাহ এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে মালাউইকে সংকটে ফেলে দেয়।校对:Soup