Sentence alignment for gv-ben-20100309-9815.xml (html) - gv-zhs-20100304-4765.xml (html)

#benzhs
1চিলি: রাজনৈতিক মনোযোগের মাঝে ভূমিকম্প ১১ মার্চ, চিলির নতুন রাষ্ট্রপতি হিসেবে সেবাস্টিয়ান পিনেরা শপথ গ্রহণ করবেন।智利:地震后的政治学
2তিনি বর্তমান রাষ্ট্রপতি মিশেল ব্যাশেলেট-এর স্থলাভিষিক্ত হবেন। চিলিতে সংঘটিত হয়ে যাওয়া এক ভয়ঙ্কর ভূমিকম্প সত্বেও রাষ্ট্রপতির এই পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চিলির অনেক পর্যবেক্ষক- সেই সমস্ত ব্যক্তির সমালোচনা করছে, যারা এই সময়টিকে রাজনৈতিক বিশ্লেষণ করার সময় বলে মনে করেন,- এই সমস্ত ব্যক্তিরা সপ্তাহের ছুটির দিনে ঘটা এই বিপর্যয়কর ঘটনার রাজনৈতিক প্রয়োগ নিয়ে অনুসন্ধান শুরু করে দিয়েছেন।3月11日,皮涅拉(Sebastián Piñera)将接替巴切列特(Michelle Bachelet),就任智利总统,尽管国内发生强震,交接工作仍如期进行,政治观察者则亦已开始讨论此事与天灾的政治意涵,不过有些人认为此刻不该分析政治。
3ব্লগার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিসিয়া নাভিয়া তার পোস্ট [স্প্যানিশ ভাষায়] শুরু করেছেন এ ভাবে যে, এই ভূমিকম্প নতুন রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিনেরার জন্য এক রাজনৈতিক বিজয় বয়ে আনবে:
4একই সময়ে বলা যায় নতুন রাষ্ট্রপতি এখনো শপথ গ্রহণ করেননি। বর্তমানে রাষ্ট্র যদি উদ্ধারকার্যে যে কোন গণ্ডগোল, দেরি অথবা ত্রুটি প্রদর্শন করে, তার জন্য কেউ তাকে দায়ী করবে না।博客兼大学教授Patricio Navia在文章开头表示,皮涅拉在此灾难中获得政治利益:
5যেহেতু তার সময়ে দেশটির পুনর্নির্মাণ শুরু হবে, সেক্ষেত্রে তিনি নতুন নতুন প্রকল্প এবং সেগুলোর উদ্বোধনের কথা ঘোষণা করবেন। অধ্যাপক মশাই তার রচনার উপসংহার টানেন এভাবে যে, যদি বর্তমান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি যৌথভাবে সততার সাথে কাজ করে, তা হলে উভয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন:任何政府都不希望在任内发生天灾,但能自选灾害发生时间,执政之初(或就任之前)肯定比卸任之前要好,就此看来,皮涅拉获得的政治利益将高于巴切列特,不过若发生错误,皮涅拉所受的指责也将多于即将卸任的政府。[ …]
6যদি তারা যৌথভাবে কাজ করেন, তা হলে ব্যাশেলেট তার শাসনকার্যের শেষ সময়টা দারুণভাবে শেষ করবেন এবং পিনেরা সঠিক পদক্ষেপের মাধ্যমে তার কাজ শুরু করবেন। কিন্তু তার বদলে যদি তারা নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু করেন, তা হলে উভয়ের জন্য তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে।与此同时,由于皮涅拉尚未宣誓就职,对于政府反应的失误、延误与错误,民众自然不会怪罪他,不过重建工作将在他任内进行,他就得公布新计划。
7সান্তিয়াগোর মিয়াপ এলাকার একটি এপার্টমেন্ট ভবন। ছবি এখানে তুলে দিয়েছেন ফ্লিকার ব্যবহারকারী রাপোনচি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।他在文末指出,若前后任总统能够坦诚合作,双方在政治上都能得益:
8এই বিশ্লেষণ অনেক পাঠকই ভালো চোখে নেয়নি, তারা বিবেচনা করেছে নাভিয়া কোন ধারণা না নিয়েই চিলির এমন এক দুঃখজনক সময়ে এক ধরনের রাজনৈতিক প্রচারণা উপস্থাপন করতে চাইছেন। নাভিয়ার ব্লগ পোস্টে কার্লোস গার্সিয়া এই বলে মন্তব্য করেছেন:两人若合作,巴切列特将能优雅卸任,皮涅拉也将跨出正确的第一步,但若相互竞争,双方都会吃亏。
9আমি মনে করি এই রকম এক বিপর্যয়ের মধ্যে রাজনৈতিক অর্জনের হিসেব কষা বড় ধরনের ভুল বলে বিবেচিত হবে।首都圣地牙哥Maipu地区公寓,照片来自Flickr用户Raponchi,依据创用CC授权使用
10এখনো চিলির অনেক নাগরিক নিখোঁজ রয়েছে, তারা জীবিত অবস্থায় বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে, এর বাইরেও লক্ষ লক্ষ চিলিবাসী তাদের বাড়িঘর হারিয়েছে এবং তাদের মনে সর্বশেষ যে ভাবনাটি থাকবে তা হবে, চিলির রাজনীতিবীদরা কিসে লাভবান হতে পারে।
11কয়েকজন ব্যবহারকারী এই ব্লগ পোস্টটিকে রক্ষা করার চেষ্টা করেছেন, যেমন ব্যবহারকারী কার্লোস, তিনি লিখেছেন:许多读者并不认同这种分析,觉得这位教授在灾难时刻还在计算政治,根本是脱离现实,Carlos García留言表示:
12আমি মনে করি, যা ঘটছে এটি তার ক্ষেত্রে একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। দুর্ভাগ্যক্রমে যেমনটা বর্ণনা করা হয়েছে, রাজনীতিবীদরা সে রকমই, এবং আমার কোন সন্দেহ নেই যে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সেই হিসেব কষতে শুরু করে দিয়েছে।我觉得算计灾难能产生多少政治机会,根本是一大错误,今日尚有智利民众失踪、遭活埋,超过百万人民失去家园,政治人物获益与否,肯定是他们最不在意的事。
13যারা তাদের পোশাক চোখের জলে ভেজাতে শুরু করেছে, তারা মানব প্রকৃতি সম্বন্ধে তেমনটা জানে না এবং এমনকি রাজনীতিবীদদের সম্বন্ধে তাদের ধারণা আরো কম।也有几位读者为文章辩护,例如Carlos写道:
14জুয়ান ফ্রান্সিস্কো কোলয়ানে “প্রকৃতির রাজনীতি [পলিটিক্স অফ নেচার, স্প্যানিশ ভাষায়]” শিরোনামে এক ব্লগ পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন সমালোচনায় যা বলা হয়েছে, তা সত্বেও, ভূমিকম্প প্রমাণ করেছে যে, প্রকৃতি রাজনীতিকে প্রভাবিত করে:我觉得文章内容切实写出现况,很遗憾,政治就是如此,我确信各政党都已在算计,为灾害哭泣者不明白人性,更不懂政治人物的性格。
15প্রকৃতি, ভূমিকম্পের মধ্য দিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক মাধ্যম হয়ে এসেছে, পূর্বতন কোন চেহারা ছাড়া এবং এক অনাকাঙ্খিত উপাদান হিসেবে। এটা এক বিশেষ প্রকৃতির রাজনীতি যা কোন রাজনীতির পাঠ্যপুস্তকে পাওয়া যায় না।Juan Francisco Coloane发表题为「自然政治学」的文章,他觉得无论批评者怎么说,地震都证明大自然会影响政治:
16কাজেই “প্রকৃতির রাজনীতি যে রাজনীতি মুক্ত” এমন সিদ্ধান্ত সত্য নয়। এই পোস্টে আরো অনেক ইতিবাচক মন্তব্য এসেছে, যেমন কালোর্স আলবার্টো মন্তব্য করেছেন:在目前共同执政的「政治情谊」中,过往任何歧异都变得不那么重要。
17অসাধারণ এক প্রবন্ধ। সরকারের কাজ করে যাওয়া প্রয়োজন এবং তার সিদ্ধান্ত ও কাজের গতিকে আরো দ্রুত করা প্রয়োজন।大自然未经设计、无法预期,地震便成为最大政治因素,此种特殊自然政治学在教科书里找不到。
18কাজ শুরু করার সময়ে পাওয়া এই সমস্যার ক্ষেত্রে ভবিষ্যৎ-এর সরকারকে বর্তমান সরকারের অবশ্যই সহযোগিতা করতে হবে। ক্ষতিগ্রস্ত সান্তিয়াগো বিমান বন্দর।故「自然无关政治」的假设并不对。
19ছবি ফ্লিকার ব্যবহারকারী জর্জ বারাহোনার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।较多人支持这种说法,例如Carlos Alberto表示:
20পেদ্রো জেসুস টেরুয়েল [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে লেখেন, তিনি আশাবাদী, নতুন প্রশাসন চিলিকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে:写得好,政府得持续努力,加速决策与行动,未来政府在接到问题当晚就要协调。
21যে নির্বাচনে সেবাস্টিয়ান পিনেরা জয়লাভ করেছে, তা গণতন্ত্রের প্রিয় সাধারণ এক চেহারা, যা বিকল্প চরিত্র তৈরি করে, নতুন রাজনৈতিক দলের আগমন কাঠামোগত এক নতুন বিন্যাস সৃষ্টি করবে।
22এখন জরুরি অবস্থার কারণে বিষয়টি গতি লাভ করবে। মার্চের ১১ তারিখে যখন নতুন সংসদ চালু হবে, তখন তা অনভিপ্রেত এক ভূমিকম্পের ঘটনার মাধ্যমে এ সংসদকে চিহ্নিত করবে।圣地牙哥机场受损情况,照片来自Jorge Barahona,依据创用CC授权使用
23টুইটার ব্যবহারকারীরা ভূমিকম্প সম্পর্কিত রাজনীতি এবং রাষ্ট্রপতির পরিবর্তনের উপর মন্তব্য করেছে।Pedro Jesus Teruel在个人博客示,希望新政府会采取必要措施:
24অনেক টুইটার ব্যবহারকারী, যেমন চিলির রাজধানী সান্তিয়াগোর এলিজাবেথ টাপিয়া (@ফিলইমোশন), নাভিয়ার ব্লগ পোস্টে আসা মন্তব্যের প্রতিধ্বনি করেছে:皮涅拉胜选后,在政权轮替的正常民主制度下,新政府将因为紧急状态带来结构革新,新国会于3月11日开议时,必然会讨论地震意外造成的结果。
25এমন অনেক লোক রয়েছে যারা সব সময় রাজনৈতিক প্রচারণার দৃষ্টিকোণ থেকে সবকিছুকে গ্রহণ করে। এই সময়ে, চিলির প্রয়োজন এক হয়ে থাকা, রাজনৈতিক দলগুলোকে নিয়ে চিন্তা করা নয়, কেবল প্রয়োজন জাতির ঐক্য ।Twitter用户也评论与地震及总统交接有关的政治意涵,例如来自圣地牙哥的Elizabeth Tapia(@feelemotion)呼应前述博客留言:
26অন্যেরা এই পরিস্থিতিতে অনেক বেশি বিশ্লেষণাত্মক, যেমন ফ্লোরিডার মিয়ামির বাসিন্দা ফারনান্ডো গালাজ (@ফারনান্ডোগালাহ):总有人将一切都加上政治考量,此刻智利需要团结,而非思考政党,只有团结。
27পিনেরা সরকারের আগমন যেন এমন এক ফুটবল দলের মত, যে দলটি ৫-০ গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে, তাদের সমানে অনেক কাজ পড়ে আছে। ব্যাশেলেট বা পিনেরা দুজনের কেউ এই ঘটনা থেকে কোন রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করছেন, এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না।其他人则还是有些分析,例如来自美国佛罗里达州迈阿密(Miami)的Fernando Galaz(@fernandogalaz)指出:
28কারণ যদি চেষ্টা করা হত, সেক্ষেত্রে ইতোমধ্যে সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে দ্রুত বার্তা পৌঁছে যেত।皮涅拉上任后,政府就像是面对一场以零比五落后的足球赛,未来有许多工作。
29চিলির বর্তমান বেদনাদায়ক ঘটনায় সমালোচকদের ত্রুটি পূর্ণ অবস্থান সত্ত্বেও আমরা অনেক রাজনৈতিক মন্তব্য আশা করি।巴切列特与皮涅拉能否从震灾获取政治利益,目前还未可知,但因为社会媒体传播快速的特性,虽然有些人批评在近期灾难中不需要政治,不过我们还是看得到许多政治言论。