# | ben | zhs |
---|
1 | জাপান: বৈজ্ঞানিক গবেষণা নাকি বাণিজ্যিক কারণে তিমি শিকার? | 日本:捕鲸─ 科学研究还是商业猎捕? |
2 | অনেক দেশে তিমি শিকার এক প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা। | 在许多以渔业为主的国家,捕鲸是一个古老的传统,而日本更捕鲸历史长达好几千年的国家之一。 |
3 | এই সমস্ত দেশে সভ্যতার শুরু থেকে মাছ ধরার কার্যক্রম চলে আসছে। হাজার বছর ধরে জাপানে তিমি শিকারের ঘটনা ঘটে আসছে। | 1980年代,为了停止滥杀鲸豚,国际社会开始干预并建立国际规章,防止物种灭绝。 |
4 | ১৯৮০ সালে সমুদ্রের বাসিন্দা এই প্রাণীটির যত্রতত্র হত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এক উদ্যোগ গ্রহণ করে এবং এর জন্য আইন তৈরি করে। এই আইনের উদ্দেশ্য এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। | 自从1986年,国际捕鲸委员会(IWC)发布停止捕鲸的禁令以来,除了科学研究的捕鲸以外,日本的商业捕鲸活动也全面遭到禁止。 |
5 | ১৯৮৬ সাল থেকে যখন আন্তর্জাতিক তিমি শিকার কমিটি (আইডাব্লিউসি) তিমি শিকারের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারির পর, জাপানে বাণিজ্যিক ভাবে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। | 但是保育组织和反捕鲸国家往往认为,科学捕鲸不过是另一种商业猎捕的掩护,犹如matumo总结所的[日文]。 |
6 | কেবলমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য জাপানে তিমি শিকারের অনুমতি প্রদান করা হয়। | 1982年7月23日,颁发全面禁止商业捕鲸活动的禁令,终于在1986年强力执行。 |
7 | কিন্তু এই বিষয়টিও পরিবেশবাদী সংগঠন ও তিমি শিকার বিরোধী দেশগুলো সুনজরে দেখে না। তারা বলছে বৈজ্ঞানিক গবেষণার আড়ালে বাণিজ্যিক ভাবে তিমি শিকার করা হয়, যেমনটা মাটুমো সারসংক্ষেপে করেছে [জাপানী ভাষায়] | 在日本,捕鲸活动始自8000年前的 绳文时 代,在长崎县壹岐市的遗迹中,也能寻获弥生时代延续捕鲸活动的蛛丝马迹。 |
8 | বর্তমানে কেবল গবেষণার জন্য তিমি শিকার করার অনুমতি মেলে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণার নামে প্রচুর তিমি শিকার হয় যেগুলো পরে খাবারে পরিণত হয়। | 目前只有科学捕鲸被允许,但是许多鲸鱼仍在科学捕鲸的伪装下成为三餐食材。 |
9 | তিমির মাংস: ফ্লিকার ইউজার আইডি: গিলগোনগো | 鲸鱼肉照片由Flickr用户Gilgongo提供。 |
10 | গত বছরের জুন মাসে জাপানী গ্রীনপিসের দুই কর্মী গ্রেফতার হয়। | 去年六月,两名日本绿色和平组织活跃成员遭到逮捕。 |
11 | তাদের গ্রেফতারের কারণ, তারা এক বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত তিমি শিকারী জাহাজ থেকে তিমির মাংস চুরি করার চেষ্টা করছিল। | 他们在科学捕鲸船队上,偷窃一箱鲸鱼肉,并藉机在东京检察官面前揭露鲸鱼肉走私丑闻。 |
12 | এই আলামত টোকিওর আদালতে উপস্থাপন করা হয়। | 一名博客转述[日文]其中一位绿色和平组织活跃成员,佐藤润一的说词。 |
13 | এই ঘটনাটি তিমির মাংস পাচার কেলেঙ্কারির বিষয়টি উন্মোচন করে দেয়। | 麦克阿瑟将军曾经允许战后的日本,从事捕鲸活动来为人民添加食物来源。 |
14 | একজন ব্লগার এই ঘটনা নিয়ে লিখেছে[জাপানী ভাষায়] এবং তুলে ধরছে অন্যতম অভিযুক্ত জুনিইচি সাতোর কথা: | 跟我同年代的人,都知道在小学时期,我们吃过鲸鱼肉当午餐。 |
15 | ১৯৮০এর দশকে আন্তর্জাতিক ভাবে এই বর্বর হত্যাকাণ্ড এবং তিমির মাংস নিয়ে ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়। | 在1980年代,野蛮的捕鲸跟鲸鱼肉的销售遭到禁止,南极因而成为安全区域(为了保护物种),但是日本反对这个决议。 |
16 | সে সময় থেকে উত্তর মেরুকে তিমিদের জন্য এক নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হয় (এই প্রাণীদের নিরাপত্তার জন্য)। | 伪装在科学研究的面具下,每年有1400只鲸鱼遭盗猎捕。( |
17 | তবে জাপান এই ঘোষণা মানতে অস্বীকার করে। | 那其实是商业捕鲸。) |
18 | এক সূত্র অনুসারে বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকারের জাহাজে তিমি শিকারের ক্ষেত্রে কোটা রয়েছে, কিন্তু সকল শিকার করা তিমিকে বহন করা যাবে না, কাজেই “তিমি মেরে তাকে আবার সমুদ্রে নিক্ষেপ করা হয়” (এটি শোনার পর আমি বিস্মিত হয়ে গেছি)। | 日本渔业部允许共同船舶株式会社进行这类 「科学 研究」,并每年提拨12亿日元的补贴。( |
19 | সাতো সান যিনি ও তার সঙ্গী দশ বছর জেল হবার ঝুঁকি নিয়েও তিমির মাংস শিকারি জাহাজ থেকে চুরি করেছিলেন, তিনি এক প্রশ্নের উত্তরে তার ব্লগে মন্তব্য করেছেন [জাপানী ভাষায়]। | 国家事务部)根据在科学捕鲸船队的来源,「捕鲸是有配额的,但因为被捕的鲸鱼无法全数拖回,所以它是一个持续的 『猎捕及丢弃』的行为。」( |
20 | ইনস্টিউট অফ সেটাসিয়ান রিসার্চ (১) এই ধরনের প্রচারণা ছড়ানোর পেছনে দায়ী। | 这让我很讶异) |
21 | তবে গতবছর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (আইইউসিএন) বা বিশ্ব সংরক্ষণবাদী প্রতিষ্ঠান এমন এক প্রস্তাব গ্রহণ করেছে যা এ ধরনের বিশ্বাসকে ভ্রান্ত বলে অভিহিত করে। | 佐藤先生跟他的夥伴[不顾十年牢狱之灾的威胁,铤而走险偷窃, 并在他的博客评论[日文]这个问题。 |
22 | (২) এছাড়া এখন পরিষ্কার যে বিদেশী বৈজ্ঞানিকরা এই তত্বের সমালোচনা করেছে। | 很多日本人相信一则宣传「鲸鱼吃掉太多鱼,所以我们的鱼获量逐渐减少,如果减少鲸鱼数量,比较有利」。 |
23 | এই তত্বের প্রচার করেন মি: মারিশিতো [তিনি জাপানী মৎস্য গবেষণা কেন্দ্রের এক উপদেষ্টা]। এখন স্বীকার করে নেওয়া হচ্ছে এই প্রচারণার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। […] | 这个宣传来自鲸鱼研 究学 院,(1) 但是去年世界自然保护联盟(IUCN)采取另一种决议,推翻这个错误的观念。( |
24 | অষ্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী গ্যারেট একটি প্রকল্প উপস্থাপন করেন যা এক বৈজ্ঞানিক গবেষণা। | 2) 事实上,外籍科学家质疑森下先生的这项理论(一位日本渔业部顾问),他也承认这个宣传说法没有科学依据。 |
25 | এই গবেষণার আওতায় ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আটলান্টিক মহাসাগরে কোন তিমি শিকার করা যাবে না। | 澳洲环境部长Garrett提出一项始自2009年到2014年的科学研究计划,期间将没有鲸鱼在南极海受到猎捕。 |
26 | এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য বিশ্বের সকল দেশের বৈজ্ঞানিকদের আহ্বান জানানো হয় এবং প্রতি বছর তারা তাদের গবেষণার ফলাফল প্রকাশিত করবে। | 各国科学家被邀请参与计划,每年国际捕鲸委员会的科学委员会,也会提供建议给执行研究的成员,这个方式将跟日本选择的科学捕鲸研究方式大相迳庭 。 |
27 | একই সময় তারা আইডাব্লিউসির বৈজ্ঞানিকদের পরামর্শ গ্রহণ করবে। | 日本尚未回应参加这项研究计划。 |
28 | সেখানে এক পদ্ধতি তৈরি করা হয় যা জাপানের এই বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকারকে বড় আকারে বিরোধিতা করে। | 倘若日本确实认真看待南极海的科学捕鲸行为,就必须参加这种不需要捕杀鲸鱼的研究计划,并针对禁止南极海洋捕鲸的活动而表明立场。 |
29 | জাপান ইঙ্গিত প্রদান করেনি যে তারা এই গবেষণার প্রস্তাবনায় অংশগ্রহণ করবে। | 否则,日本所谓的科学捕鲸,显然令有目的,而非单纯的科学研究。 |
30 | তবে যদি জাপান তার বৈজ্ঞানিক গবেষণায় অ্যান্টার্কটিকা মহাসাগরে তিমি শিকারের ব্যাপারে গুরুত্ব প্রদান করে থাকে, তবে তার শর্ত হিসেবে তাকে এই ধরনের প্রকল্পে অংশগ্রহণ করতে হবে, যেমন এর মধ্যে অন্যতম শর্ত তিমি শিকার না করা এবং দক্ষিণ সাগরে তিমি শিকার না করার বিষয়টি তাকে প্রদর্শন করতে হবে। | (1)「鲸鱼吃沙丁鱼、鲑鱼、阿拉斯加鳕鱼…等,其中有许多是渔业活动的热门鱼种。 |
31 | সেখানে তিমি শিকার নিষিদ্ধ। | 鲸鱼猎食的数量几乎等于全球捕获量的三到五倍。 |
32 | দক্ষিণ সাগরে তিমির সংখ্যা যাতে হ্রাস না পায় সে জন্য সেখানে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। | 这数量,大大冲击人类的有限食物资源。」( |
33 | যদি এই বিষয়টি রাষ্ট্রীয় কোন বিষয় নয়, বৈজ্ঞানিক গবেষণায় তিমি শিকার পরিষ্কার ভাবে বৈজ্ঞানিক কর্মকাণ্ড থেকে এক ভিন্ন বিষয়। | 研究所鲸鱼研究所宣传手册:我们为什么要研究鲸鱼?) |
34 | ২)আইইউসিএন মাছ ও বড় আকারের তিমির মধ্যে সম্পর্ক [পিডিএফ ফরমেটে ও ইংরেজী ভাষায়] | (2) 世界自然保护联盟:渔业与大鲸鱼的关系[pdf,英文] |
35 | এই বছরের শুরুতে তিমি শিকারের উপর নির্মিত এক তদন্ত মূলক তথ্য চিত্র “দি কোভ” সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয় এবং তা “দর্শক পছন্দ” পুরস্কার লাভ করে। যেমনটা, একোজিন এই চলচ্চিত্রের কিছু অংশের বর্ণনা [জাপানী ভাষায়] আমাদের জানাচ্ছেন: | 今年初,一个关于鲸鱼议题的调查记录片The Cove,在日舞影展夺得观众奖。ekojin有关于本片的更多详情[日文]。 |
36 | হিগাশি মুরুগান, ডিয়াশিহিচো, ওয়াকামা প্রদেশ। | 和歌山县东牟娄郡太治町。 |
37 | এখন থেকে এই গ্রামের যারা মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করত, তারা সারা দেশের মনোযোগ আকর্ষণ করে। | 从现在开始,这个仰赖鱼业为生的村落,将受到全国的瞩目! |
38 | ২০০৯ সালে আমেরিকার সানড্যান্স উৎসবে দি কোভ অডিয়েন্স বা শ্রোতা পুরস্কার লাভ করে। | 2009年在美国日舞影展勇夺观众奖的影片The Cove,是一个反对捕鲸的纪录片。 |
39 | এই তথ্যচিত্রটি তিমি শিকারের বিরোধিতা করে তৈরি করা হয়েছে। | 在一个以捕鲸闻名的的小镇,每年捕获超过20000只海豚,并偷偷宰杀及贩卖鲸鱼肉。 |
40 | ছোট্ট এক শহর, যার বাণিজ্যিক কারণে তিমি শিকারের ঐতিহ্য রয়েছে, তারা প্রতি বছর গোপনে প্রায় ২০০০০ ডলফিন হত্যা করে এবং তিমির মাংস বলে বিক্রি করে, আরো রয়েছে, মারকারি বা পারদ নামের এক বিষাক্ত উপাদান তিমির মাংসে পাওয়া গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! | 更夸张的是,在这些海豚肉上发现水银 残留, 一种有害人体的毒素,因此完全不适合民众消费。 |
41 | এর সাথে যোগ করুন এই ডলফিনের মাংস এক রহস্যময় ব্যবসার মাধ্যমে বিদেশী ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। | 还有,海豚肉也沦为与国外客户私下交易的商品。 |
42 | এই সমস্ত তথ্য জাপানীদের কাছে অজানা। | 许多日本人,并不瞭解这些事。 |
43 | এটা এক অন্ধকার দিক এমন এক দেশে, যে দেশের লোকজন ভাবে দেশটি উদারনৈতিক গণতান্ত্রিক পন্থায় চলছে। এই সমস্ত বিষয় নিয়েই এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে। | 这是一个被视为民主的国家里, 存在的黑暗面…这影片就是跟这个相关。 |