# | ben | zhs |
---|
1 | আজারবাইযান: গ্রেফতারের আগে শেষ টুইট | 阿塞拜疆:逮捕之前的最后一推 |
2 | এমিন মিলি হচ্ছেন আজারবাইযানের তরুণ ও নাগরিক সমাজের অন্যতম দুই অ্যাকটিভিস্টের একজন যাকে গত সপ্তাহে বাকুতে নির্মমভাবে প্রহার করা হয় এবং উল্টো গুন্ডামির অভিযোগে গ্রেফতারের পর শাস্তি হিসেবে দুই মাসের জেল দেওয়া হয়। | 上周巴库两个青年和社会运动人士遭殴打并因流氓罪被判入狱两个月,当事者之一的Emin Milli在6月24日发布了一则推讯。 |
3 | ২৪শে জুন তিনি একটি টুইটার বার্তা পাঠান। | 这不仅是他被逮捕前的最后一则讯息,也特别尖锐。 |
4 | গ্রেফতারের আগে এটা কেবল তার শেষ টুইটার বার্তা ছিল না, এটা ছিল বিশেষ মর্মভেদি একটি বাণী। | 「如果没有牺牲,则没有任何自由。 |
5 | “ত্যাগ ছাড়া কোন স্বাধীনতা আসে না। | 因此,我与像我这样的人必然遭逮捕。」 |
6 | আমি ও যারা আমার মতো লোক, তাদের গ্রেফতার করা হবে”। আবুলফেজ এলচিবে, ১৯৭৪। | Abulfaz Elchibey,1974年。 |
7 | যার বাণী এখানে উদ্ধৃত করা হয়েছে, আজারবাইযানের সেই প্রাক্তন রাষ্ট্রপতি আবুলফেজ এলচিবে সোভিয়েত ইউনিয়নের সময়ে তার ভিন্নমতাবলম্বী কাজকর্মের জন্য গ্রেফতার হয়েছিলেন। | 阿塞拜疆前总统Abulfaz Elchibey(1938-2000)在苏联时期因持不同政见被逮捕。 Emin当天的推是Elchibey出生71周年。 |
8 | যেদিন এমিন টুইট করেছিলেন সেদিন ছিল এলচিবের ৭১তম জন্মবার্ষিকী। | 校对:Portnoy |