# | ben | zhs |
---|
1 | মিশর: ভিডিওতে ২৫ জানুয়ারির বিক্ষোভ এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। | 埃及:1月25日抗争现场 |
2 | মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর রাস্তায় রাস্তায় এবং অন্য অনেক শহরে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। | |
3 | ঘটনাক্রমে ওই একই দিন, ২৫ জানুয়ারি তারিখটা ছিল “পুলিশ দিবস” এবং জাতীয় ছুটির দিন। | |
4 | এই বিক্ষোভ ছিল রাষ্ট্রপতি মুহাম্মদ হোসনি মুবারকের ৩০ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে। | |
5 | এই বিক্ষোভের প্রচেষ্টা ছিল তিউনিশিয়ার বিক্ষোভের সমকক্ষ হওয়া, যে বিক্ষোভের মাধ্যম তিউনিশীয় নাগরিকরা কয়েক সপ্তাহ আগে তাদের প্রাক্তন রাষ্ট্রপতি জিনে এল আবেদিন বেন আলিকে ক্ষমতা থেকে অপসারণ করতে সক্ষম হয়। মিশরের প্রতিবাদকারীরা এই বিক্ষোভের কর্মকাণ্ডের সমন্বয় সাধন করার জন্য সামাজিক প্রচার মাধ্যম, যেমন ফেসবুক এবং টুইটারের ব্যবহার করছে। | 1月25日是埃及国定假日“警察节”,许多民众走上首都开罗及各大城市街头,抗议总统穆巴拉克(Muhammad Hosni Mubarak)独裁统治30年,仿效突尼斯几个星期前,以抗争将前总统阿里(Zine El Abidine Ben Ali)赶下台,埃及人民也透过Facebook及Twitter等社群网站整合行动。 |
6 | আজকে সংবাদপত্র সমূহ জানাচ্ছে যে এল-তাহরির নামে পরিচিত কায়রোর মূল কেন্দ্র প্রায় ১০ হাজার মিশরীয় নাগরিক জড়ো হবার কথা, এবং তারা বলছে যে, বুধবার পর্যন্ত বিক্ষোভ চলবে। | |
7 | অনেকে পর্যবেক্ষক উল্লেখ করেছে যে মূল ধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রচার করেনি। তবে আলজাজিরার সংবাদ ছিল উল্লেখযোগ্য ভাবে দুর্বল। | 当地时间晚上,媒体报导有无数民众涌入首都开罗主要的El- Tahrir广场,活动预计会延续到隔天。 |
8 | নাগরিক সাংবাদিকরা বিক্ষোভের কেন্দ্রস্থলের অবস্থান করে, এর ভিডিও দৃশ্য ধারণ করে বিভিন্ন সাইটে উঠিয়ে দিয়ে, নেট নাগরিকদের এই ঘটনার উপর নানা সংবাদ প্রদান করেছে। | |
9 | নির্দিষ্ট সমাবেশ স্থানে শত শত জনতা জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে তারা বড় বড় দলে পরিণত হয়, যারা বিক্ষোভ সমাবেশে যাত্রার জন্য সাফল্যের সাথে পুলিশের তৈরি করা বাঁধা ভেঙ্গে ফেলতে সক্ষম হয়। | |
10 | যেমনটা আপনারা নীচের এই ভিডিওতে দেখতে পাবেন। লুকাসজাকুবিকা এই ভিডিওটি পোস্ট করেছে: | 许多人注意到,主流新闻媒体报导抗争的篇幅有限,尤其半岛电视台的报导也显得零星,公民记者则提供许多来自现场的影片。 |
11 | বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়। যেমনটা নীচের এই ভিডিও প্রদর্শন করছে (ভিডিওর শব্দ তেমন পরিষ্কার নয়)। | 人们首先在几座广场集结,再逐渐扩大规模,最后成功突破警方封锁线,如以下由lukasjakubicka张贴的影片所示: |
12 | এই ভিডিওটি পোস্ট করেছে রামজাইয়াম। তিনি মন্তব্য করেছেন: | 抗争活动起初相当平和,ramzyam张贴影片(无音源)后描述: |
13 | প্রতিবাদকারীরা খবুই শান্ত হয়ে রয়েছে এবং মিশরীয় পুলিশের নিরাপত্তায় রয়েছে। http://www.youtube.com/watch? | 民众非常理性,受到埃及维安人员保护。 |
14 | v=WCvFVJ46P_o অন্য ভিডিও, যা পোস্ট করেছে নো২এগেইন, এটি আমাদের প্রদর্শন করছে যে, আরো কয়েকজন প্রতিবাদকারী অন্য সব স্লোগানের সাথে কিছু শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে: হোসনি মোবারক নিপাত যাক!”, রাষ্ট্রীয় নিরাপত্তা? | 另一段影片是由no2again张贴,呈现更多抗争民众和平地高呼各种口号:“穆巴拉克下台!”、“国家安全? |
15 | রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায়? আমাদের কোন রাষ্ট্র নেই, কোন নিরাপত্তা নেই!”: | 国家安全?我们没有国家,也没有安全!” |
16 | সংবাদ জানা গেছে যে, কায়রোতে দাঙ্গা পুলিশের সমাবেশ ঘটানো হয়েছে, দৃশ্যত দেশটির রাজধানীতে এক বিশাল গণ বিক্ষোভের আয়োজন করা হয়, যেমনটা মাদারঅফদিট্রাইবের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে: | |
17 | শীঘ্রই দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে। এই ভিডিওটি পোস্ট করেছে মিডোগনপাপা: | 镇暴警察据报已布署在首都开罗,企图威吓抗争群众,例如motherofthetribe提供的这个片段中: |
18 | নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি। নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি। | 与镇暴警察冲突的消息很快便出现,以下画面由Midogonpapa提供: |
19 | এতে দেখা যাচ্ছে জল কামান পরিবাহী এক ট্যাঙ্কের সামনে এক তরুণ দাঁড়িয়ে, যেমন চীনের তিয়েন আন মেন স্কোয়ারের সামনে এক তরুণ এক ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ছিল। | |
20 | প্রতিবাদকারীদের ধাওয়া করার ক্ষেত্রে সে উক্ত ট্যাঙ্কের সামনে এক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই ভিডিওটি পোস্ট করেছে মি:পিপলনিউজ। | MFMAegy拍摄到的场景中,一名年轻人站在洒水车前,要阻挡水车驱离抗争者,好似天安门事件再现: |
21 | যা আমাদের মনে করিয়ে দেয় তিউনিশিয়ার প্রতিবাদকারীদের কথা, যারা তাদের রাষ্ট্রপতির ছবি নামিয়ে তা ছিঁড়ে ফেলেছিল: | MrPeopleNews提供的影片里,民众也和突尼斯抗议活动一样,撕去总统肖像: |
22 | এই একই ঘটনা কায়রোর অনেক এলাকায় ঘটেছে। | 拆除总统相片的行动在开罗各处上演,例如Ba7ary也拍摄到: |
23 | যেমনটা দেখা যাচ্ছে বি৭এআরওয়াই-এর পোস্ট করা ভিডিওতে: সেই দিনেই এই ঘটনার কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা কায়রোর প্রধান কেন্দ্র এল তাহরির স্কোয়ারে এসে জমা হয়। | 人们在当地晚间群集于开罗El-Tahrir广场,周围满是镇暴警察的封锁线,nadiaharoun1张贴的画面中,民众高呼“人民要将政府撂倒”: |
24 | সে সময় তাদের চারপাশে দাঙ্গা পুলিশ এক প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের ঘিরে রাখে। | 时至深夜,媒体报导镇暴警察与拒绝离开广场的群众发生暴力冲突。 |
25 | তখন বিক্ষোভকারীরা আওয়াজ তোলে, “জনগণ এই স্বৈরশাসনের অবসান চায়”, যেমনটা নাদিয়াহারুন এর পোস্ট করা এই ভিডিওতে এ সব দৃশ্য দেখা যাচ্ছে: | 校对:Soup |
26 | সেদিন রাতে, যে সমস্ত বিক্ষোভকারী এল তাহরির স্কোয়ার ত্যাগ করতে অস্বীকার করে, তাদের সাথে দাঙ্গা পুলিশের এক প্রচণ্ড সংঘর্ষের সংবাদ পাওয়া যায়। | |