Sentence alignment for gv-ben-20091002-6717.xml (html) - gv-zhs-20091004-3896.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র: ন্যাশনাল ডে ইন এ্যাকশনের দিনে অভিবাসী ছাত্রছাত্রীর কথা美国:移民学生全国行动日
2২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর, যুক্তরাষ্টের ন্যাশনাল ব্যাক-টু্-স্কুল ডে অফ এ্যাকশন বা বিশ্ববিদ্যালয়ের কর্মচাঞ্চল্যে ফিরে যাবার দিন, যে দিনে দেশটির স্বপ্ন দেখা মানুষেরা এক আওয়াজ তুলে এবং দেশটির আইন প্রণেতাদের ড্রীম অ্যাক্টকে আইন পরিণত করার আহ্বান জানান।
3ড্রিম অ্যাক্ট একটা আইনী প্রস্তাবনা যা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে অবহেলিত হয়ে রয়েছে। এই আইনের মাধ্যমে তথ্য প্রমাণ নেই এমন অভিবাসী ছাত্রের সে দেশে বাস করার পথ প্রশস্ত হবে, যে সকল ছাত্র ছোট বেলায় শর্তসাপেক্ষ যুক্তরাষ্ট্রে বাস করার অনুমতি লাভ করেছিল।2009年9月23日,全美各地梦想家在各大学校园发声,举办「全国开学行动日」,要求国会议员通过「梦想法案」。
4যখন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ক্রমাগত বিতর্ক করে যাচ্ছে একে আইনে পরিণত করা হবে কি না, তখন হাজার হাজার ছাত্র উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছে এটা না জেনেই যে, শিক্ষা শেষে তারা এই দেশে বৈধ ভাবে চাকুরি পাবার সুযোগ পাবে কি না।「梦想法案」在美国已延宕多年,若通过后,先前在孩童时期前来美国的非法移民,可有条件地取得合法居留身份,尽管议员仍在论辩是否该通过法案,无数高等教育学生则忐忑不安,不知道未来是否能在已成家乡的美国合法工作。
5গত সপ্তাহে ইউনাইটেড উই ড্রিম কোয়ালিশন বা এক সাথে আমরা স্বপ্ন দেখি নামের প্রতিষ্ঠানটি সারা দেশে দি ন্যাশনাল ড্রিম অ্যাক্ট ডে পালনের উদ্যোগ নেয় এবং তাদের এ কাজে সহযোগিতা করেছে ডজন খানেক প্রতিষ্ঠান।「全国梦想法案行动日」则是由「美国我们梦想联盟」发起,在九月下旬获得全国各校园数十个团体支持,希望藉行动日提醒政府,在议员最后裁决之外,还有无数学生受到影响。
6এই দিনটি পালন করার উদ্দেশ্য যুক্তরাষ্ট্র সরকারকে স্মরণ করিয়ে দেওয়া যে, আইন প্রণেতাদের এই আইনটি পাশ করতে দেরি করার কারণে অনেক ছাত্রছাত্রীর জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।「全国移民论坛」的新闻稿中,执行长Ali Noorani表示支持这项活动:
7জাতীয় অভিবাসী ফোরাম বা কেন্দ্র এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে; এই প্রচারণা পরিচালনার প্রধান আলি নুরানী বলছেন, কেন একে সমর্থন করা দরকার: এই বিষয়টিকে আইনে পরিণত করার ক্ষেত্রে আমাদের অবেহলার কারণে, হাজার হাজার ছাত্রছাত্রী, যারা সংস্কৃতিগতভাবে আমেরিকান, তারা এক দুর্দশায় পড়তে যাচ্ছে, এবং তারা পুরোপুরি আমাদের সমাজের অংশ হতে পারছে না, এই ঘটনা আমাদের ড্রিম এ্যাক্টের কথা মনে করিয়ে দেয়।数千学生在文化上早已是美国人,却因法律暧昧不明而受困,无法充分融入美国社会,这些苦难提醒我们这项「梦想法案」多么重要,美国国会每年无法针对移民采取行动,就会流失重要资产,这些移民学生拥有高教育水平,不仅愿意努力工作,也很渴望成为社会贡献的一份子。
8একেকটা বছর পার হয়ে যাচ্ছে এবং সংসদ, অভিবাসীদের আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্র তার অনেক মূল্যবান সম্পদ হারাচ্ছে: একদল শিক্ষিত শ্রেণীর অভিবাসী ছাত্র, যারা প্রতিশ্রুতিশীল ও কঠোর পরিশ্রম করতে সক্ষম এবং আমাদের সমাজের সদস্য হিসেবে, যাদের সমাজকে ভালো কিছু উপহার দেবার প্রবল ইচ্ছে রয়েছে রাষ্ট্র তাদের হারাচ্ছে।
9মূলধারার প্রচার মাধ্যমে এর উপস্থিতি主流媒体报导
10যদি আইন প্রণেতার এই বিষয়ে দৃষ্টি প্রদান না করে, তা হলে এই দেশে এই বিষয়ে অনুষ্ঠিত হওয়া ডজন খানেক অনুষ্ঠান অন্তত মূল ধারার প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে যারা এই প্রচারণাকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
11নিউ মেক্সিকোর এক ক্যাম্পাসে “ডজন খানেক ছাত্রছাত্রীর” এক দল একসাথে মিলে এই দরখাস্তের জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু করে, এই দরখাস্তে আইন প্রণেতাদের ড্রিম অ্যাক্টকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে।纵然议员没有注意,全国各地活动至少已吸引主流媒体目光,大量报导相关消息。
12ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে ছাত্ররা পোস্টার টাঙ্গায় যেখানে লেখা ছিল, “আমাদের অপরাধ কি?” এবং “এখানে অচেনা কোন ভিনগ্রহ বাসী নেই, কেবল কাগজ ছাড়া কিছু মানুষের বাস রয়েছে” এবং উইসকনসিনে, এই অঙ্গরাজ্যে এক নেতা প্রচার মাধ্যমকে বলেন, সংসদের উচিত এই আইন পাশ করা।在新墨西哥州,数十个团体在大学校园收集连署签名,呼吁议员支持梦想法案;佛罗里达州奥兰多的学生高举海报写着「我们犯了什么罪?」,以及「没有非法外星人,只有非法移民」;在威斯康辛州,一位当地领袖向媒体表示,国会应该通过该法案。
13আর্নেস্টিনার কাহিনীErnestina的故事
14চিকানিসীমা ব্লগের লেখক টেরেসা পুয়েন্টে এক তরুণীর কথা লিখেছে, ড্রিম অ্যাক্ট স্থগিত থাকার কারণে তার জীবন আটকে রয়েছে। যখন ‌আর্নেস্টিনার বয়স তিন বছর সে সময় সে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসেTeresa Puente在Chicanisma博客提到,因为梦想法案尚未通过,一位女子的生活至今完全停顿。
15। তার বাবা মা তাকে এখানে নিয়ে আসে এবং তারা তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে নেয় এবং কাগজ ছাড়া এ দেশের অভিবাসী বনে যায়।Ernestina于三岁时从墨西哥跟着双亲来到美国,他们因逾期居留而成为非法移民。
16এখন তার বয়স ১৯ এবং সে তার সারা জীবন শিকাগোতে কাটিয়েছে। সে তার হাইস্কুলের সেরা ছাত্রী ছিল।她现年19岁,一生至今都住在芝加哥,也是高中毕业生代表,目前为州立大学二年级学生,希望能成为平面设计师。
17সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার স্বপ্ন একজন গ্রাফিক ডিজাইনার হবার। কিন্তু তার স্বপ্ন হয়তো সত্য হবে না।但她的梦想或许永远无法成真,唯有国会通过梦想法案,才能让她有机会成为合法居民。
18যদি আমেরিকান কংগ্রেস ড্রিম অ্যাক্ট আইন পাস করে, তবে বৈধ বাসিন্দা হিসেবে এ দেশে বাস করার তার সুযোগ হবে। জর্জ-আলোন্সো চেহাদের বর্তমান অবস্থাJorge-Alonso Chehade的现况
19পেরুভিয়ান-আমেরিকান আলোন্সো বর্তমানে এই দেশ থেকে বিদায় নেবার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং তাকে হয়তো জোর করে যুক্তরাষ্ট্র থেকে বিদায় করে দেওয়া হতে পারে, তবে এই ২২ বছরের যুবকের এখনো আশা রয়েছে, যে কিনা সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছে।
20গত সপ্তাহে তাকে এই দেশ ছেড়ে যেতে বলা হয়েছিল, কিন্তু ৩৪০০ জন আমেরিকার নাগরিক তার জন্য এক দরখাস্ত প্রদান করে এবং সরকারি কর্মকর্তাদের টেলিফোন করে, তাদের সহায়তায় সে এ দেশে থেকে যেতে সক্ষম হয়-তার বহিষ্কারাদেশ আপাতত কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। সে ড্রিম অ্যাক্টিভিস্টে লিখেছে:秘鲁裔美国人Alonso目前面临遭遣返的威胁,也可能被迫离开美国,但这位刚毕业于华盛顿大学的22岁男孩仍有希望,他原本在上周就得离开美国,但因为超过3400名美国人连署协助与致电官员,让遣返日期延后,他在DreamActivist网站写道:
21এই কঠিন সময় এবং অসীম প্রচারণার ফলে আমি যে সমর্থন পেয়েছি, সেটাই আমাকে সামনের দিকে পরিচালিত করছে এবং আশাবাদী করে রেখেছে। যারা আমার জন্য ওই সমস্ত দরখাস্ত লিখেছে এবং এর সমর্থনে স্বাক্ষর জোগাড় করেছে এবং এর জন্য ফোন করেছে, আমি জানি না কি ভাবে তাদের ধন্যবাদ দেব।在困境与这场无止尽的运动中,因为各位支持,才让我继续努力与保持乐观,我不知道该如何感谢各位,谢谢你们签署与撰写这些信件,并代表我拨打电话,因为各位关心与采取行动,我至今都还在美国境内。
22তাদের কারণে এবং তারা আমরা জন্য কিছু করেছে বলেই আমি এখনো এই দেশটিতে রয়েছি। কিন্তু চেদাদে এবং তার সমর্থকদের কাজ এখনো শেষ হয়ে যায় নি।但支持者与他的努力还没结束,他希望梦想法案的支持者继续向参议员施压,让他留在自己最熟悉的这个国家:
23তিনি ড্রিমারসদের আহ্বান জানান, যেন তারা সিনেটরদের উপর চাপ প্রয়োগ করে এবং এই দেশে তাকে থাকার সুযোগ করে দেয়, যে দেশটিতে সে তার জীবনের বেশীরভাগ সময় কাটিয়েছে।我谦卑地请求各位继续打电话,持续要求Patty Murray与Maria Cantwell两位参议员提出法案,让我未来都不需再面临遣返危机。
24আমি খুব বিনীত ভাবে আপনাদের বলছি ওই সমস্ত ফোন করার জন্য।校对:Soup
25সিনেটর প্যাটি মারে ও মারিয়া কান্টওয়েলকে অনুরোধ জানাচ্ছি, যেন তারা এক ব্যক্তিগত আইন উপস্থাপন করে, যাতে আমার ক্ষেত্রে অনেক দিনের জন্য এই দেশ ছেড়ে চলে যাবার বিষয়টি স্থগিত থাকে।