Sentence alignment for gv-ben-20101225-14220.xml (html) - gv-zhs-20101214-6986.xml (html)

#benzhs
1দক্ষিণ কোরিয়া: বিনামূল্যে স্কুলে খাদ্য পরিবেশন নিয়ে দেশ জুড়ে বিতর্ক韩国:是否实施全面免费营养午餐
2ডিসেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়া জুড়ে ছিল বিনামূল্যে স্কুলে খাদ্য দেয়ার ব্যবস্থা নিয়ে ঘোরতর বিতর্ক, যখন সংখ্যালঘু বিরোধী দল সমর্থ হয় সংসদে একটি আইন পাশ করাতে যা স্কুলে বিনামূল্যে খাদ্য পরিবেশনের আওতাকে বাড়িয়ে দিয়েছে।
3ক্ষমতাসীন গ্রান্ড ন্যাশনাল দল এই আইনকে জনপ্রিয়তা লাভের নীতি হিসাবে তিরস্কার করেছে।
4কোরিয়ার জনগণ, যারা বেশ কয়েক মাস আগে এই ধারনাকে সমর্থন করেছিলেন, দ্রুত এই বিলের বিপরীতে গিয়েছেন যেহেতু তারা বুঝতে পেরেছেন যে বিনামূল্যের খাদ্যের মানে হলো বাড়তি সরকারী খরচ।
5কোন রাজনীতিবিদ হয়তো নেই যিনি ক্ষুধার্থ ছাত্রদের খাওয়ানোতে না বলবেন, অন্তত ভোটারদের সামনে।韩国近来话题焦点在于免费校园营养午餐制度,在野小党成功在国会通过法案,扩大免费涵盖范围,执政党对此非常不满,指称这是民粹主义政策,大众几个月前原本支持此事,但得知此举会增加政府支出后,便迅速转为反对。
6কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এই ধারনাতে যে বাধ্যতামূলক বিশ্বব্যাপী বিনামূল্যের খাদ্য পদ্ধতিতে যার ফলে স্কুলের সকল বাচ্চা বিনামূল্যে খাওয়ার পাবে, যার মধ্যে খাবার কেনার সামর্থ আছে এমন ছাত্ররাও পড়ে।
7সিউলের মেয়র ওহ সে-হুন এই ব্যাপারে তার ব্লগে লিখেছেন এই ধারনাকে তিরস্কার করে যে এটা ‘জনপ্রিয়তা পাওয়ার ধারনা যা জাতিকে ধ্বংস করে দেবে', আর তিনি বিরোধী সাংসদদের উন্মুক্ত বিতর্কে আহ্বান জানিয়েছেন। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে সাংসদ হিসাবে বিশাল এই দায়িত্ব নিতে।至少在选民面前,应该没有政治人物会反对提供免费营养午餐,问题在于若是全面实施,连家境优渥的学生也能免费享受午餐,首尔市长吴世勋(Oh Se-hoon)曾在博客上提及此事,抨击“这项民粹主义构想会摧毁国家”,并叫阵要与在野党议员公开辩论:
8আমি যখন পথ খোঁজার চেষ্টা করছি এই জাতি ধ্বংসকারী, তোষক পদক্ষেপ থামানোর জন্য যা গণতান্ত্রিক দলের নগর কাউন্সিল প্রস্তাব করেছেন…' বিনামূল্যের খাদ্য' কার্ড হয়তো অল্প সময়ের জন্য গ্রীষ্মের নির্বাচনের আগে কাজে দিয়েছে, কিন্তু পরিপক্ক কোরিয়ান সমাজ ঝুঁকে পড়ছেন পুরো দস্তুর বিনামূল্যের খাদ্য প্রক্রিয়া বন্ধের জন্য যাতে ধনী বাচ্চাদের ও খাওয়ানো হয়।
9বিনামূল্যের এই খাওয়ার আসলে ‘কর- খাওয়া' আর ‘ধনী- খাওয়া'। [এটার উল্লেখ করে যে এই খাদ্যের অর্থ দেয়া হচ্ছে মানুষের কর থেকে আর এটা ধনী বাচ্চাদের ও দেয়া হচ্ছে] এটা সামগ্রিক খেয়াল করা না, বরং লাগামহীন কল্যান।我被沉重负担压得喘不过气,身为执政者,我不断想透过各种方式,要阻挡民主党主导的市议会,避免以民粹主义政策摧毁国家… “免费午餐”在夏季选举之前,或许能短时间落实,但成熟的韩国社会倾向不支持全面免费政策,不会让富有家庭的学童也纳入免费范围内。[
10এছাড়া সিউলের অনেক স্কুল এটার জন্য প্রস্তুত না ভৌত কাঠামো আর লোকবলের দিক থেকে।
11ছবি রাস্পবেরী সিটকমের সৌজন্যে - অনুমতিক্রমে ব্যবহৃত ব্লগার রাস্পবেরি সিটকম কোরিয়ার এই ঘটনাকে অন্যান্য উন্নত দেশ যেমন ফিনল্যান্ড আর ডেনমার্কের সাথে তুলনা করে যারা তাদের উন্নতমানের কল্যান ব্যবস্থার জন্য বিখ্যাত।…]“免费午 餐”其实是“税金午餐”及“富人午餐”(注:因为经费来自纳税钱,且生活富裕的学童也同样有免费午餐),这并非全民照顾,而是齐头式福利;此外,首尔许多 学校的基础设施与人力都还没准备好。
12তিনি তর্ক করেছেন যে যদিও তিনি একটা সর্বাত্মক কল্যান ব্যবস্থার বিরুদ্ধে, বর্তমান ব্যবস্থাকে ঠিক করতে হবে।照片来自Raspberry Sitcom,经许可后使用
13বর্তমানের বাছাই করা বিনামূল্যের খাদ্যের ব্যবস্থার মধ্যে, দরিদ্র শিশু যারা স্কুলের খাদ্য কিনতে অসমর্থ, যারা প্রায় খাওয়া বাদ দেয় পুরো ক্লাসের সামনে অসম্মানজনক অবস্থায় পড়ার থেকে, যেহেতু তাদেরকে তাদের কম আয়ের প্রমান হিসাবে কাগজ জমা দিতে হয় শিক্ষকের কাছে বিনামূল্যের খাদ্যের জন্য আবেদন করতে হলে।
14বর্তমান অবস্থার সাথে কোন চিন্তা না করে বর্তমানের শতকরা ১৭ ভাগ থেকে একবারে ১০০ ভাগে বিনামূল্যের খাদ্যের হার বাড়ানো বেশ দূরের ব্যাপার। যদিও মনে হয় যে কম আয়ের পরিবারের বাচ্চাদের বিনামূল্যে খাদ্য দেয়া অনেক বেশী যুক্তিসংগত কথা, বর্তমান ব্যবস্থা বাচ্চাদের সম্মান রক্ষা করতে অসমর্থ হয়েছে।博客Raspberry Sitcom比 较韩国及其他已开发国家的情况,如芬兰及丹麦素以一流的福利制度闻名,她虽然反对迅速落实全面福利体制,但强调现有制度必须调整,在目前部分学童免费的情 况下,许多贫困学童若无法负担营养午餐费,宁愿不吃午餐,也不愿在全班面前丢脸,因为他们得公开缴交低收入证明给老师,才能申请免费午餐:
15এটা কষ্ট লাগে দেখতে যে বাচ্চারা নিজেরা কাগজ জমা দিচ্ছে নিজেদের দরিদ্র প্রমান করার জন্য। বাছাই এর সময়ে, বিনামূল্যের খাদ্য প্রায় তাদের কাছে যায় যারা বিভিন্ন ফাঁক ব্যবহার করেন এই খাবার পাওয়ার জন্য, আর এর ফলে যেসব বাচ্চাদের প্রয়োজন তারা এটা পায়না।若要一步到位,立刻将免费营养午餐普及率从17%增至100%,根本是罔顾现有情况,[…]只提供免费午餐给低收入家庭学 童,虽然听起来较合理,但现有制度却无视于如何保障学生尊严,看着孩子得拿出文件,证明自己有多贫困,实在令人心痛,[…]在现行制度里,通常是那懂 得钻漏洞的家庭及孩童获得免费午餐,而真正需要的孩子却无缘享用。
16মানুষ যা চিন্তিত হচ্ছে তা হলো বিশাল বাজেটের খরচ যা বিনামূল্যের খাদ্য দেয়ার সাথে সম্পৃক্ত।人们亦担心,若要扩大免费午餐涵盖范围,预算也将大幅提高,首尔市若要支付所有学童的午餐费,预估得增加6100万美元经费,相当于全年总预算的0.
17ধারনা করা হচ্ছে সকলকে খাওয়ানোর জন্য প্রয়োজন হবে প্রায় ৭০ বিলিয়ন কোরিয়ান ওন (১ মিলিয়ন ইউএস ডলার) যা সিউল শহরের বাৎসরিক বাজেটের শতকরা ০. ৪ ভাগ এর সমান ।4%,Netzen ID: a cwj8842在论坛中表示:
18নাভের প্রশ্ন উত্তর ফোরামে নেটিজেন আইডি: আ সিডাব্লুজে ৮৮৪২ মন্তব্য করেছেন: বিনা শর্তের বিনামূল্যের খাদ্যের ব্যবস্থা ভালো মনে হতে পারে সমতার দৃষ্টিকোণ থেকে দেখলে।若从平等角度考量,校园午餐全面免费或许看似公平,但却是以平等为名,变得更不平等,民主党通过这项法案,是种充满社会主义色彩的突兀决定,完全忽略现实因素,这些政治人物投票支持法案,就该身先士卒,将所有钱捐出来落实这项政策。
19কিন্তু সমতার বিশাল নামের আড়ালে এটা অসমতা বাড়াচ্ছে।Twitter用户Kennedian3强调,这项构想并非民粹主义,长期而言能够对下一代有益:
20গণতান্ত্রিক দলের বিনা শর্তে, সব বিনামূল্যের খাওয়ার দেয়ার আইন পাশ করা একটা অদ্ভুত বাম্পন্থী পদক্ষেপ যার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই।
21যারা এই আইনের সমর্থন জানিয়েছেন [রাজনীতিবিদদের প্রতি] তাদের উচিত ভালো একটা উদাহরণ স্থাপন করা এই আইন পাশের জন্য যতো অর্থ পেয়েছেন তা এটাকে কার্যকর করার জন্য দান করে।
22টুইটার ব্যবহারকারী @ কেনেডিয়ান৩ ডাউমস আগোরা ব্লগে জোর দিয়ে বলেছেন যে এই ধারনা জনপ্রিয় না, কিন্তু একটা পদক্ষেপ যেটা পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে। [বাধ্যতামূলক বিনামূল্যের খাদ্য ব্যবস্থা] কমাতে পারে অসামঞ্জস্যের বোধ আর মানসিক ক্ষত যা আমদের বাচ্চাদের সাথে থাকে।营养午餐全面免费能减少不平等情形,亦能改善孩子的情绪创伤,一位老师透过Twitter告诉我,学校里只有三分之一的学生获得 免费午餐,有些家长不愿申请,是担心孩子会被贴上穷人的标签,若能透过这套制度,让孩子获得健康饮食,就能避免病态肥胖,最终减少未来医疗支出,若一切如 计划进行,反倒能改善预算花费情况,与首尔市长忧虑的情况相反。
23টুইটারের মাধ্যমে একটা অঞ্চলের শিক্ষক আমাকে জানিয়েছিলেন যে মাত্র এক তৃতীয়াংশ বাচ্চারা বিনামূল্যে খাদ্য স্কুল থেকে পাচ্ছে। আর কিছু বাবা মা এই খাবারের জন্য আবেদন করেন না এই কারনে যে তাদের সন্তানরা কোন হীনমন্যতায় ভোগে (দরিদ্র হওয়ার জন্য)।Kennedian3另提到,韩国民众该担心的事,并非“民粹主义进入社会福利”,而是“民粹主义进入社会发展”,亦指各地政府投入大笔经费,兴建市民不得运用的运动场、无人使用的机场,以及功能不明的政府巨型建筑物。
24এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যদি আমাদের সন্তানদের সুস্থ খাদ্যাভাস দিতে পারি, আমরা বাচ্চাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি আর ভয়ঙ্কর ভাবে মোটা হওয়া থেকে থামাতে পারি, আর এরই ফলে খাদ্যের সাথে সংশ্লিষ্ট খরচ ভবিষ্যতে কমাতে পারি।
25যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় আমরা তাহলে অতিরিক্ত বাজেটের খরচ কমাতে পারি যা নিয়ে মেয়র ওহ চিন্তা করেন।校对:Soup
26কেনেডিয়ানস৩ পরে জানিয়েছেন যে কোরিয়ানদের যা নিয়ে চিন্তিত হওয়া উচিত তা হলো ‘কল্যান খাতে জনপ্রিয়তা‘ না বরং ‘উন্নয়ন খাতে জনপ্রিয়তা'।
27নগর সরকারের বিশাল সব স্টেডিয়াম তৈরির ব্যায়ের প্রতি দৃষ্টি দিয়ে যেটাতে জনগণ ঢুকতে পারেনা, স্থানীয় বিমানবন্দর যেটা কেউ ব্যবহার করে না আর বিশাল সব সরকারী ভবন তৈরি করা কোন কারন ছাড়াই।