# | ben | zhs |
---|
1 | নেপালের দাশাইন উৎসবের সময়ে পশুর প্রতি নিষ্ঠুরতা নিয়ে বিতর্ক Hindu goddess Durga. | 尼泊尔:达善节与杀生有无矛盾 |
2 | Photo by Christina Kundu, Wikimedia Commons. দাশাইন, নেপালের সর্বাধিক পালিত উৎসব, এই বছর ২২ অক্টোবর শুক্রবার শেষ হচ্ছে। | 印度教Durga神像,照片来自Christina Kundu及Wikimedia Commons |
3 | পনের দিনব্যাপী এই উৎসব দূর্গা ঠাকুরের সম্মানে পালিত হয়; যিনি ক্ষমতার, সমৃদ্ধির, মাতৃস্নেহ আর দুষ্টগ্রহের নাশকতার প্রতিক। বিশ্বব্যাপী নেপালীরা দাশাইনকে আড়ম্বর সহকারে পালন করেন যেহেতু এটা সমাজ আর পরিবারকে একত্র করে। | 达善节(Dashain)是尼泊尔规模最大的节庆,每年活动共15天,今年于10月22日落幕,民众在这段时间祭拜Durga神,象征力量、繁荣、关爱与消灭邪恶。 |
4 | কিন্তু সাম্প্রতিক কালে এই প্রিয় অনুষ্ঠান বেশ কয়েকটা কারনে সমালোচনার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্য। | 全球尼泊尔民众都大肆庆祝达善节,凝聚社区与家族向心力,不过外界也有人批评这项节庆,原因主要在于动物献祭。 |
5 | যেহেতু দুর্গাকে ক্ষুধার আর খারাপের নাশক হিসাবে পুজা করা হয়, নেপালের মন্দিরব্যাপী দাশাইনে পশু বলী দেয়া হয়। | 由于Durga神是力量及消灭邪恶的象征,尼泊尔各地寺庙在达善节都会以动物献祭,除了代表邪恶已经溃败,也希望取悦神祗。 |
6 | এই বলী দুষ্টগ্রহের নাশের প্রতীক হিসাবে দেখা হয় আর ভক্তরা মনে করেন যে এটা ঠাকুরকে প্রীত করবে। | 许多团体去年亦发动游行与公开集会,呼吁民众停止以宗教为名杀生,全球之声去年亦曾报导此事。 |
7 | গত বছর, বিভিন্ন দল র্যালী আর মিটিং এর আয়োজন করেন যেখানে মানুষের প্রতি আহ্বান জানানো হয় ধর্মের নামে পশু বলি দেয়া বন্ধ করতে। | 然而这项习俗今年依旧,各地继续以牲畜祭拜神明。 |
8 | গ্লোবাল ভয়েসেস ‘আরও বেশী মানবিক দাশাইন উৎসব‘ শিরোনামে একটি পোস্টে এই বিষয়ের উপর আলোকপাত করেছে। দূর্ভাগ্যবশত এই ধারা এখনো চলছে আর এই বছরের দাশাইন উৎসব দেশব্যাপী অসংখ্য পশুর বলী দেখেছে। | Laura Goldman在Change.org建议,信众“应在达善节以南瓜为贡品,而非水牛”: |
9 | চেঞ্জ. অর্গ এর লরা গোল্ডম্যান প্রস্তাব দিয়েছেন যে ভক্তদের উচিত ‘নেপালের দাশাইন উৎসবের সময়ে মোষের বদলে চালকুমড়া বলী দেয়া।” | 印度教经文里有关动物权的段落中,从未提到以牲畜祭拜安抚神祗,神明也不会允许以他们之名杀生,人类杀害这些无辜动物只是出于自私,实际上违反印度教及其生活模式,人类必须尊重其他生物。 |
10 | “… নেপাল পশু কল্যান নেটওয়ার্ক (এডাব্লিউএনএন) আরো দয়ালু, মানবতা মূলক পুজার জন্য ভালো ধারণা দিয়েছে। মোষ বলী না দিয়ে তার স্থলে কেননা চালকুমড়া বলী দেই? | 值得注意的是,动物献祭只有在尼泊尔国内形成争议,海外尼泊尔民众多数一片沉默,因为欧美地区庆祝达善节时,并没有这项习俗。 |
11 | ছাগলের বদলে একটা নারিকেল? এর ফলেও তো বক্তব্য পৌঁছাবে, কিন্তু অনেক বেশী মানবিক হবে (আর কম ভয়াবহ)। | 尽管祭拜牲畜造成争议吸引国际媒体注意,达善节在全球尼泊尔民众心目中,仍具有特殊意义。 |
12 | নেটওয়ার্ক এই বছরের প্রথম দিকে পশু বলী বন্ধ করুন কর্মসূচি শুরু করেন বারার গাধিমাই উৎসবের সময়ে, যখন ২৪ ঘন্টার মধ্যে ২০০,০০০ পশু বলী দেয়া হয়।” অনেকে ধর্মীয় বাণীর ব্যাপারেও বলেছেন আর ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন যে পশু বলী হিন্দু নীতির সাথে সমন্বয়ক না। | 达善节Tika,照片来自Flickr用户Doll Damned,依据创用CC BY-NC-ND授权使用 |
13 | অ্যানিমাল রাইটস নেপাল বলেছে যে মাতৃপ্রেমের প্রতীক এই দেবী পশু বলী দ্বারা সন্তুষ্ট হতে পারেন না, যেহেতু তিনি তার নিজের সৃষ্টির মৃত্যু প্রত্যক্ষ করবেন। | |
14 | “পশু অধিকার নিয়ে হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে, দেব দেবীদের খুশি করার জন্য কোন ধরণের পশু বলীর কথা বলা হয়নি, যারা তাদের নামে কখনো তাদের নিজেদের কোন পশু বলীর কথা বলবেন না। | |
15 | মানুষ এইসব নিরাপরাধ পশুকে তাদের স্বার্থের কারনে বলি দিচ্ছে। বাস্তবে হিন্দু ধর্ম আর জীবন দর্শনের বিরুদ্ধ এটা। | 派驻阿富汗的英国踞喀兵(Gurkha,指来自尼泊尔的士兵)用传统方式庆祝达善,用朱砂、酸奶及谷类制作tika,并获得长老祝福: |
16 | সহ জীবদের জন্য যে সম্মান থাকা দরকার তা মেনে চলা উচিত।” মজার ব্যাপার, দাশাইনে পশু বলীর ঘটনা কেবলমাত্র নেপালের ভিতরে বড় একটা ব্যাপার। | 踞喀兵在巡守基地里建起小庙,做为每周祭拜及祝祷之用,印度教法师于八月探望他们,在庙里举行仪式,并用tika点在士兵额头上做为祝福。 |
17 | বিদেশে যেসব নেপালী দাশাইন উদযাপন করছেন তারা বেশীরভাগ এই ব্যাপারে চুপ, বেশীরভাগ এই কারনে যে ইউরোপ আর উত্তর আমেরিকাতে বসবাসরত ব্যক্তিরা দাশাইনের উদযাপনে পশু বলী দিতে পারেন না। | |
18 | পশু বলী নিয়ে বিতর্ক সত্ত্বেও আর এই ব্যাপারে বাড়তে থাকা মিডিয়ার দৃষ্টি সত্ত্বেও, দাশাইন দেশে আর বিশ্বের অন্যান্য স্থানে নেপালীদের জন্য বিশেষ স্থান দখল করে রাখে। দাশাইনের টিকা। | 在达善节期间,士兵在庙里供奉水果,每天早上进行仪式,许多踞喀兵在达善节期间,额头上都有个红点,希望他们在任务尾声都能平安,顺利回到家人身边。 |
19 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ডল ড্যামড এর সৌজন্যে। সিসি বাই-এনসি-এনডি | 在文化交融的家族里,对于庆祝达善节同样感到兴奋,一名与尼泊尔人订婚的美国人在AmericaNepali博客里,写下参与这项节庆的感受。 |
20 | আফগানিস্তানে, ব্রিটিশ গুর্খা বাহিনী দাশাইনকে ঐতিহ্যবাহী রূপে উদযাপন করেছে, সনাতনী টিকা (সিঁদুর, দই আর চাল দিয়ে তৈরি) আর গুরুজনের আর্শীবাদ নিয়ে। | |
21 | “গূর্খারা তাদের প্রতিটি প্যাট্রোল বেইজে ছোট একটা মন্দির স্থাপন করেছে সাপ্তাহিক প্রার্থনার জন্য। | |
22 | আগস্টে ব্যাটেলিয়ন পন্ডিত গুর্খাদের সাথে নাহর-এ-সারাজে দেখা করেন ও পুজা করেন এবং প্রতিটি সেনাকে টিকা (কপালে লাল ফোঁটা দিয়ে) আশীর্বাদ করেন। | |
23 | দাশাইন উৎসবের সময়ে মন্দিরে ফলের ভোগ দেয়া হয় আর সেনাদের জন্য প্রতিদিন সকালে প্রার্থনা অনুষ্ঠিত হয়। | 达善节和许多宗教庆典一样,都面临各种伦理及道德挑战,但同时,我们也不该忽略这些节廉带给人们的愉悦及丰富价值。 |
24 | দাশাইনের সময়ে অনেক গুর্খাকে লাল টিকা পরা অবস্থায় দেখা যায়- নিরাপত্তা আর উৎকর্ষতার জন্য প্রার্থনা যখন তারা তাদের অপারেশনের ভ্রমণের শেষ পর্যায়ে পৌঁছান আর তাদের পরিবারের কাছে পৌঁছান।” | |
25 | সাংস্কৃতিকভাবে মিশ্রিত পরিবারেও দাশাইন উৎসাহের সাথে পালিত হয়। | 校对:Portnoy |
26 | একজন আমেরিকান যিনি নেপালির সাথে সম্পর্কিত, তার ব্লগ আমেরিকানেপালীতে লিখেছেন এই উৎসব পালনের অভিজ্ঞতার কথা। | |
27 | যে কোন ধর্মীয় কাজের মতো, দাশাইন তার নিজস্ব নীতি আর চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু এইসব চ্যালেঞ্জের মোকাবেলা করে এইসব পালনে যে বিশাল আনন্দ আসে তা অবজ্ঞা করা যায়না। | |