Sentence alignment for gv-ben-20110501-17198.xml (html) - gv-zhs-20110416-8661.xml (html)

#benzhs
1আইভরি কোস্ট: বাগবোকে গ্রেফতারের পর চলমান নৃশংসতা科特迪瓦:前总统被捕,暴力未止
2২০১১ সালের ১১ এপ্রিলে বন্দী হবার পর থেকেই আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবো, তার স্ত্রী এবং তার অনুসারীদের নানান ছবি ইন্টারনেট আর আন্তর্জাতিক পত্রপত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে।
3এর মধ্যে একটি বিশেষ ছবি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সাংবাদিক ইসরায়েল ইয়োরোবা, যিনি টিভি৫ এর সংবাদদাতা হিসেবে আইভরিয়ান শহর আবিজানে কর্মরত আছেন, তিনি লরা বাগবো সস্ত্রীক বন্দী হবার দিন ফেইসবুকে সিমোনি বাগবোর এই ছবিটি প্রকাশ করেন:自从4月11日被捕之后,科特迪瓦(旧译象牙海岸)前总统巴博(Laurent Gbagbo)夫妇和亲信照片便出现在众多网站和国际媒体上。
4আবিজানের হোটেল ডু গলফে রিপাবলিক ফোর্স বেষ্টিত সিমোনি বাগবো। সাংবাদিক ইসরায়েল ইয়োরোবা কর্তৃক প্রকাশিত।其中一张照片引发强烈反应,TV5记者Israël Yoroba在前总统夫妇落网当天,在Facebook网站张贴与前第一夫人有关的这张照片:
5এখন পর্যন্ত ৩৬০ এরও অধিক ফেইসবুক ব্যবহারকারী এই ছবিতে মন্তব্য করেছেন, যেখানে সাবেক ফার্স্ট লেডিকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে।国军在Hotel du Golf旅馆围绕着前第一夫人,照片来自Facebook用户Israël Yoroba
6একজন সাবেক প্রেসিডেন্টের প্রতি আচরণ:Facebook网站上至少已出现超过360则留言,认为前第一夫人显然受辱。
7সোব এড্রি ব্রাইস আগবো এ আচরণকে সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সাথে তুলনা করেছেন:前总统所受待遇
8[…] দেখুন, আমরা একজন প্রেসিডেন্ট ও তার স্ত্রীর (কারও কারও মতে সাবেক) প্রতি কিরকম অমর্যাদাকর আচরণ করছি। এটা ভবিষ্যতের জন্য ভাল ইঙ্গিত বহন করে না।Sob Edry Brice Agbo对比伊拉克前总统海珊(Saddam Hussein)被捕后的待遇:
9লরা বাগবোর সাথে সাদ্দাম হোসেনের তুলনা না করেই বর্তমান পরিস্থিতিকে ইরাকে হওয়া সাদ্দামের প্রতি আচরণের সাথে তুলনা করা যায় । আমরা জানি কি ঘটেছিল।[…]看看我们对待前总统夫妇的羞辱态度,无法改善国家未来,现况如同伊拉克前总统海珊,但我还没将巴博与海珊对比,我们都知道结果会如何。
10আর্সেন প্রো-দালি বাগবো বন্দী হবার পর আলাসান উয়াতারার প্রথম ভাষণের প্রতি নির্দেশ করে বলেন: প্রার্থনা করি যেন আমরা ধূলোয় মিলিয়ে না যাই।Arsène Pro-Dally提到巴博遭逮捕后,新总统瓦特拉(Alassane Ouattara)发出的第一份声明:
11হ্যালো রিকনসিলিয়েশন! যোন গুইরিয়েপে মিশেল লিখেছেন:祈祷我们不会跌得更深,和解你好!
12মাতা সিমোনি সকল দুষ্কৃতকারীকে ক্ষমা করুন।Zon Guiriekpe Michel指出:
13জনগণ [আইভরিয়ান] কিছু মানুষের কার্যকলাপে আহত হয়েছে, যারা একজন নারীকে-বিশেষ করে একজন ফার্স্ট লেডিকে সম্মান করতে জানে না।第一夫人会原谅这些无赖,因为这些人不懂得女性的价值,更无视于第一夫人的地位,让全体国民都受害。
14অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীরা মনে করেন ক্ষমতায় থাকাকালে বাগবো পরিবার যে নিষ্ঠুরতা চালিয়েছে তাতে এ ব্যবহার তাদের প্রাপ্য ছিল।其他民众则认为,巴博夫妇在执政期间造成无数创伤,如今受到任何待遇都合情合理。
15ব্লগার গাই কুয়াসি J'ai pleuré শিরোনামের আর্টিকেলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রোমা বলেন,:Guy Kouassi发表题为“我流下眼泪”的文章后,Roma留言:
16[…] সে [লরা বাগবো] যা প্রাপ্য তা সে পাবে…আবেগের চাল চেলে আমাদের বিভ্রান্ত করো না।[…]这都是巴博应受的待遇…不要再用煽动的方式让民众分心,已过世的无数民众再也不会回来,而他却有机会苟活。
17ওই হাজার হাজার মৃত ব্যক্তিরা কখনই ফিরে আসবে না।我宁愿见到巴博活着受辱,也不要他像Guéï Robert在2000年失势后迅速丧命。
18অপরদিকে, তার বেছে থাকার সুযোগ আছে।首都地区人权侵害案例
19গুয়ে রবার্ট কে ২০০০ সালে কুডু [বাগবো] ক্ষমতা দখলের সময় যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, আমি চাই না বাগবোকে সেভাবে হোক, বরং তাকে অসম্মানের সাথে বাঁচিয়ে রাখা হোক।
20আবিদজানে মানবাধিকার লংঘন: লরা বাগবোর গ্রেফতার আইভরিয়ান সংঘাতের অবসান ঘটাতে পারেনি।巴博被捕之后,国内冲突并未因此停歇,新闻网站Abidjan.net张贴一则美联社的报导,提及前后两任总统的支持者继续相互攻击。
21সংবাদের ওয়েবসাইট Abidjan.net এসোসিয়েট প্রেস এর একটি আর্টিকেলে বাগবোর সমর্থকদের প্রতি আলাসান উয়াতারার সমর্থকদের নৃশংসতার রিপোর্ট প্রকাশ করে।
22বাগবোর ১০৪৯৬ জন সমর্থকের ফেইসবুক গ্রুপ লা মেজোরিটে প্রেসিডেনসিয়েল দেশটির বাণিজ্যিক রাজধানী এবং সবচেয়ে বড় শহর আবিজানের কিছু সাম্প্রতিক ছবির সিরিজ প্রকাশ করে। রিভিয়েরা এলাকায় তোলা এসব ছবিতে দেখা যায় ছাত্র ও অল্পবয়স্কদের বাগবোর ইয়ং প্যাট্রিয়ট আন্দোলনের অংশ হিসেবে সন্দেহ করা হচ্ছে।Facebook群组La majorité Présidentielle共有10496名巴博的支持者,群组里张贴多张在国内经济中心阿比让(Abidjan)拍摄的照片,这些照片摄于Riviera地区,记录军方怀疑学生和年轻人参与巴博的“青年爱国者”运动:
23আবিজানের রিভিয়েরায় ভীতিকর আবহ। ছবিটি ফেইসবুক গ্রুপ লা মেজোরিটে প্রেসিডেনসিয়েল এর।当地恐怖氛围,照片来自Facebook群组La majorité Présidentielle
24ছাত্র ও অল্পবয়স্কদের বাগবোর ইয়ং প্যট্রিয়ট আন্দোলনের অংশ হিসেবে সন্দেহ করা হচ্ছে। ছবিটি ফেইসবুক গ্রুপ লা মেজোরিটে প্রেসিডেনসিয়েল এর।学生与年轻人遭误认为“青年爱国者”成员,照片来自Facebook群组La majorité Présidentielle
25নিচের ছবিটি যিনি প্রকাশ করেছেন তার নাম কোনে জাকারিয়া, যিনি গুউলোমে সোরো [আলাসান উয়াতারার প্রধানমন্ত্রী] এর বিদ্রোহের সময় এক রেজিমেন্টের সেনাপতি ছিলেন।
26ছবির এই সহিংসতার সময় তিনি একজন মূখ্য চরিত্র হিসেবে ছিলেন: সহিংসতার এক দৃশ্যে কোনে জাকারিয়া।在下一张照片里,张贴者指称,新总理索洛(Guillaume Soro)率领的前反抗军司令Koné Zakaria就在施暴现场:
27ছবিটি ফেইসবুক গ্রুপ লা মেজোরিটে প্রেসিডেনসিয়েল এর।
28অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১২ এপ্রিল আলাসান উয়াতারার সমর্থকদের এই প্রতিহিংসামূলক কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপণ করে। EmailKoné Zakaria就在施暴现场,照片来自Facebook群组La majorité Présidentielle
29লিখেছেনJulie Owono অনুবাদ করেছেন কৌশিক আহমেদ রেজা@kau_shik“国际特赦组织”于4月12日批评,效忠瓦特拉的部队不该采取报复行动。