Sentence alignment for gv-ben-20100706-11635.xml (html) - gv-zhs-20100708-5516.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: ঐতিহাসিক জেল ভেঙ্গে ফেলা হয়েছে马来西亚:历史性监狱拆除行动
2বিভিন্ন নাগরিক, শিল্পী আর ঐতিহাসিকদের প্রতিবাদ সত্ত্বেও মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরের ঐতিহাসিক নিদর্শন ১১৫ বছর পুরোনো পুদু জেল ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
3গত সপ্তাহে পুদু জেল কমপ্লেক্সের পূর্ব দিকের দেয়াল ভেঙ্গে ফেলা হয় রাস্তা চওড়া করা প্রকল্পের জন্য। এই এলাকায় অচিরেই একটি বাণিজ্যিক কেন্দ্র নির্মিত হবে।尽管遭到关切民众、艺术家及历史学者反对,马来西亚政府仍决定废弃具115年历史的普都(Pudu)监狱,上周这座历史地标的东侧墙壁遭拆除,进行道路拓宽工程,当地也很快将兴建商业中心。
4বাদান ওয়ারিশন মালয়েশিয়া হতাশ হয়েছেন যে সরকার এই জেলকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেবার প্রস্তাবনাকে ফিরিয়ে দিয়েছে।Badan Warisan Malaysia很失望政府不顾民众请愿,拒绝将监狱列为古迹。
5এটা জানা দরকার যে একটা বাড়ি বা দালানের কি বৈশিষ্ট থাকা প্রযোজন যার ফলে সরকার সেটাকে ঐতিহাসিক বাড়ির স্বীকৃতি দিতে রাজি হবে।我很想知道,政府要认定建筑物或遗址为古迹时,究竟是根据什么标准。
6নিশ্চয় এই জেল আমাদের শাস্তি-ব্যবস্থার ইতিহাসের একটি যা আমাদের বিচার ব্যবস্থার অংশ। আমার মনে হয় যে আমাদের এটাও ভোলা উচিত না যে এটি প্রায় ১০০ বছরের পুরোনো ইতিহাস, এটা কেবল একটা জেল না যেখানে অপরাধীদের বন্দী রাখা হতো।监狱是我国司法体系与罪刑历史的有形证据,我们不该忘记,在这座监狱逾百年历史中,不只是个囚禁犯人的场所,在日本占领时期,为马来西亚捍卫疆土的多国军官也监禁于此,这也是我们不引为傲的一段国家历史吗?
7এখানেই, জাপানী দখলের সময়ে, আমাদের তীরবর্তী অঞ্চল রক্ষার্থে বিভিন্ন দেশের যে সব সেনা অফিসাররা যুদ্ধ করেছিলেন তাদেরকেও বন্দী রাখা হয়।现在要挽救普都监狱或许太迟,但我希望社会意识因此高涨,让大众瞭解我国遗产多么脆弱,必须得为相关保护、保存与维护发声。
8এটা কি আমাদের জাতির ইতিহাসের একটা অংশ যা নিয়ে আমরা গর্বিত না?mirage.studio.7提到这座监狱的历史价值:
9যদিও পুদু জেল রক্ষা করতে এখন অনেক দেরি হয়ে গেছে, বাদান ওয়ারিশন আশা করছেন যে এর ফলে যে সচেতনতা সৃষ্টি হচ্ছে তা জনগণের ইচ্ছাকে শক্তিশালী করবে যে আমাদের ঐতিহ্য কেমন ভঙ্গুর আর এর সুরক্ষা, সংরক্ষণ আর চালু রাখার জন্য কথা বলার ব্যাপারে। মিরেজ.普都监狱历史逾百年,由英国人动用印度廉价劳工兴建,日本人用来屠杀中国人,马国政府在九零年代末期之前,也在此处死上千名囚犯。
10স্টুডিও. ৭ ব্লগ জেলের ঐতিহাসিক মূল্য নিয়ে লিখেছেন:我希望监狱能保留为观光景点,哪怕只有大门也好,但现有政策就是要改写及抹灭历史。
11পুদু জেল ১০০ বছরের বেশী পুরানো, ভারত থেকে সস্তা শ্রম নিয়ে ব্রিটিশরা নির্মান করেছেন, জাপানিরা এটাকে জেল ক্যাম্প হিসাবে ব্যবহার করেছে চীনাদের হত্যার জন্য আর বর্তমান সরকার কর্তৃক ৯০ এর দশকের শেষ পর্যন্ত ১০০০ অপরাধীকে ফাঁসি দেয়ার জন্য।
12আমি পছন্দ করবো জেলটিকে যদি পর্যটক আকর্ষণীয় স্থান হিসাবে ধরে রাখা যায় বা অন্তত এর গেটটাকে।Sarah Kushairi不认为马国首都需要另一个购物区:
13কিন্তু বর্তমান নীতি হল ইতিহাসকে নতুন করে ধুয়ে মুছে লেখা। সারাহ কুশায়রি বিশ্বাস করেন না যে শহরে আর একটি শপিং কমপ্লেক্স দরকার:对于政府决定拆除年代久远的普都监狱,我有些不满,政府要将这块地改建为新颖旅馆、公寓等等,好像马来西亚的购物中心和公寓还不够多。
14আমি কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম সরকার যখন সিদ্ধান্ত নেয় ঐতিহাসিক পুদু জেলকে ভেঙ্গে ফেলার (যাতে ওই স্থানের উন্নতি করা যায়) এমন একটা স্থানে যেখানে ঐসব নতুন হোটেল, অ্যাপার্টমেন্ট তৈরি হবে -ইত্যাদি ইত্যাদি।
15যেন মালয়েশিয়াতে যথেষ্ট শপিং মল আর অ্যাপার্টমেন্ট নেই। ফ্রম এ টু জি ক্ষুব্ধ যে এই জেলের দেয়ালের ম্যুরাল (বিশ্বের অন্যতম দীর্ঘ ম্যুরাল) এখন আর নেই।对于装饰监狱的壁画墙遭拆除(尤其墙面长度在世界名列前茅),From A to Zi感到非常愤怒:
16আমি নিশ্চিত যে আমি একা নই এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হওয়ার জন্য। এই জেলে মালয়েশিয়ার দূর্ধর্ষ কিছু অপরাধী ছিল।我相信许多人与我一样,都对现况极为愤怒。
17তাই কতো স্থানীয় ইতিহাস আর গল্প হারিয়ে গেল- আর আমি মনে করি না একটা শপিং কমপ্লেক্স, ডিজাইন বা কাজের দিক থেকে এর সমৃদ্ধ ইতিহাসকে কোন সুবিচার করতে পারবে। (জেলের কামরায় লেখা, আঁকা, দেয়ালের রঙ ওঠা…আমরা গল্পকে কেন ধ্বংস করছি?)这座监狱曾囚禁国内最恶名昭彰的罪犯,这么多历史及故事都消失,我不觉得购物区就设计或功能上,能比得上这些丰富历史,狱房里的文字、刻字、斑驳的壁漆…我们为何要摧毁故事?
18কুয়ালালামপুরে আর একটা শপিং মলের কোনই প্রয়োজন নেই। আমাদের স্থানীয় ইতিহাস আর সংস্কৃতি কি সুন্দর আর খুবই আলাদা, কেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন না?首都吉隆坡不需要、不需要、不需要新购物中心,我们的历史与文化如此美好而独特,为什么你们看不见,我们能展现出来,行销全世界。
19আমরা এটা বিশ্বকে দেখাতে পারি, বাজারজাত করতে পারি। স্বাগতম ২১ শতকের কুয়ালালামপুরে যেটা সাংস্কৃতিক অবনতির আসল সময়।欢迎来到21世纪的吉隆坡,这是摧残文化的黄金时代,我们亟需文化教育,而非引进时尚连锁店。
20আমাদের ভীষণভাবে সাংস্কৃতিক শিক্ষা দরকার, আমদানি করা ফ্যাশন চেইন স্টোর না। বিজে থটস মুরালের কথা মনে করেছেন:BJ Thoughts还记得那些壁画:
21এটা কুয়ালালাম্পুরের বিশাল একটি নির্দশন- আমার দাদির বাসা থেকে অনেক বছর আগে ফেরার সময় যখন জ্যামে আটকিয়ে থাকতাম তখন বাসে বসে আমি এর দেয়ালের ম্যুরাল দেখতাম।
22উন্নয়নের জন্য কুখ্যাত পুদু জেলকে ভেঙ্গে ফেলা হচ্ছে, এখানে বড় কোন বিস্ময় নেই।那是吉隆坡一大地标,我多年搭公车时从祖母家回来途中,因为塞车,都会坐在车上看着那堵墙。
23আমি বলতে চাচ্ছি যদি লোভী কোন লোক কৌশলগতভাবে একটি সেনা বেইজকে ব্যবসায়িক লাভের জন্য চাইতে পারে, কুয়ালালাম্পুরের এর মধ্যিখানে পরিত্যক্ত একটা জেল নিয়ে এর চেয়ে ভাল আর কি হতে পারে।普都监狱为都市发展名义而拆除,我不觉得意外,若有些贪婪之人会为商业发展,觊觎具重要战略意义的军事基地,摧毁吉隆坡市区一座废弃监狱又算什么。
24জেল ভাঙ্গার সময়ে শিল্পীরা একটা গণকবরের আয়োজন করেন। আর্টেরি এটা নিয়ে ব্লগে লিখেছেন।Arteri提到,艺术家在拆除工作前一晚在监狱举行葬礼,但pagarmerah不太支持这项行动:
25কিন্তু পাগারমেরাহ এটার পুরোপুরি সমর্থন করেননি। আমি কোন কিছু ভেঙ্গে আরেকটি অপ্রয়োজনীয় মল বানানোর ব্যাপারে রাষ্ট্র আর কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যখন শহরের প্রতিটি কোনায় মল আছে অথচ মানুষ এখনো গৃহহীন অবস্থায় থাকে।我反对政府及企业为兴建怪异购物中心,而摧毁任何事物,吉隆坡各地已满是购物中心,却还有民众无家可归,但我也不想因为政府未将普都监狱列为古迹,就失望地点蜡烛以示抗议。
26তবে আমি মনে হয়না হতাশায় একটা মোমবাতি জ্বালাতে চাইব কারন সরকার পুদু জেলকে জাতীয় ঐতিহ্য বলে ঘোষণা করেনি। পুদু জেলের ছবি মাইকেল ইপ আর রাবিয়াতুল আদাউইয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।Michael Yip及Rabiatul Adawiyah的网站上,都有这座监狱的照片,Fat Bidin Media则张贴拆除监狱的记录影片。
27ফ্যাট বিদিন মিডিয়া পুদু জেল ভেঙ্গে ফেলার একটি ভিডিও আপলোড করেছেন।校对:Soup