# | ben | zhs |
---|
1 | ইকুয়েডর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের ইকুয়েডর ভ্রমণ | 厄瓜多尔:美国国务卿来访 |
2 | যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত চার ঘন্টার একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। | |
3 | মধ্যাহ্নে ইকুয়েডর সরকারের সদর দফতর কারন্দেলেত প্রাসাদে-এ ইকুয়েডরের রাষ্ট্রপতির এবং দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসংঘের (সাউথ আমেরিকান নেশন ইউনিয়ন বা ইউএনএএসইউআর) অস্থায়ী প্রধান রাফায়েল কররেয়ার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লিনটন সেখানে উপস্থিত হয়েছিলেন। | |
4 | হিলারি ক্লিনটন তার বার্তাতে জোরালো ভাবে বলেছেন, “একবিংশ শতাব্দীর সমস্যা সমাধান করতে যুক্তরাষ্ট্র ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গী হতে চায়। [স্প্যানিশ ভাষায়] | 美国国务卿希拉蕊柯林顿(Hillary Clinton)旋风访问厄瓜多尔四小时,引起众所注目,希拉蕊于6月8日中午抵达厄瓜多尔政府中心的Carondelet宫,与厄国总统兼南美国家联盟暂时主席柯雷亚(Rafael Correa)会晤,希拉蕊发言时表示:「美国希望与厄瓜多尔及其他国家结盟,共同解决21世纪种种问题」。 |
5 | সংবাদিক সম্মেলনের সময় কারন্দেলেত প্রসাদের হলুদ কক্ষে হিলারী ক্লিনটন ও কাররেয়া। | |
6 | ছবি প্রেসিডেন্সিয়া ডে লা রিপাবলিকা ডেল ইকুয়েডোরের। | 希拉蕊与柯雷亚于总统府黄厅出席记者会,照片来自厄瓜多尔总统办公室 |
7 | মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের রাষ্ট্রদূত লুইস গালেগোস এক উদ্ধৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়], ক্লিনটন অভিবাসন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মত বিষয় আলোচনা করার জন্য কররেয়া এর সঙ্গে দেখা করেন [স্প্যানিশ ভাষায়]। | |
8 | গালেগোস জোরাল ভাবে বলেছেন, তারা অভিবাসন নিয়ে আলোচনা করছে এবং সভায় আলোচনার বিষয় সূচিতে প্রথমেই ছিল তথাকথিত আরিজোনা আইনের গ্রহণযোগ্যতার বিষয়টি। এক হিসাব অনুসারে ইকুয়েডরের আনুমানিক প্রায় ২ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে বাস করে; কাজেই অভিবাসন-সংক্রান্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ ইকুয়েডেরবাসীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। | 厄瓜多尔驻美大使贾耶戈斯(Luis Gallegos)表示,两人讨论议题包括移民、合作、贸易及区域安全,他强调,移民议题及实践所谓「亚利桑那法」(Arizona Law)的移民法规为首务;据估计,约有200万厄国民众现居美国,故处理移民议题对厄瓜多尔人民相当重要,贾耶戈斯另指出,厄国与拉丁美洲必须学习,与世界大国对话时毋需惊慌。 |
9 | গালেগোস উপসংহারে বলেন, ইকুয়েডর এবং ল্যাটিন আমেরিকাকে (আমেরিকার স্প্যানিশ ও পর্তুগীজভাষী অংশ) বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের সাথে কথা বলার সময় আতঙ্কিত না হতে শিখতে হবে। ৮ জুন কুউটোতে কি ঘটেছিল সিআরই ব্লগ [স্প্যানিশ ভাষায়] তার সার-সংক্ষেপ করেছে। | CRE博客整理6月8日当天情况,提到双方同意合作达成共同目标,柯雷亚指出,冲突确实存在,但已全数解决,他亦表示,两人已针对尊重民主、打击毒品走私、移民议题取得共识,柯雷亚亦提到,此次会晤后,两国将更积极合作。 |
10 | বেশির ভাগ অংশের ক্ষেত্রে তারা বলছে যে, দুটি দেশ জানাচ্ছে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এক সাথে কাজ করার ব্যপারে একমত হয়েছে। কররেয়া বলেন. | 对于希拉蕊访厄,Twitter用户表达自身看法,例如Pablo Cozzaglio(@pablocozzaglio)等人质疑: |
11 | দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ঠিক, তারপরে সেগুলোর সমাধান করা গেছে; এর সাথে তিনি যোগ করেন তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন, যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, এবং অভিবাসন। | |
12 | এছাড়াও কররেয়া বর্ণনা করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই ভ্রমণের পর দুটি দেশ আরো বড় লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাবে। | |
13 | টুইটার ব্যবহারকারীরা ক্লিন্টনের ইকুয়েডর পরিদর্শন সম্বন্ধে তাদের মতামত ব্যক্ত করেছে। | |
14 | পাবলো কজ্জোগিলিওর [স্প্যানিশ ভাষায়] (@কজ্জোগিলিও) মত কিছু ব্যবহারকারী বিস্মিত: | 对厄瓜多尔突然兴趣大增,美国人所为何来? |
15 | […]গ্রিঙ্গো (আমেরিকার নাগরিক) হঠাৎ ইকুয়েডরে কি খোঁজার চেষ্টা করছে? অন্যদিকে, অ্যান্ডি মারতিনেয [স্প্যানিশ ভাষায়] (@এনড্রেস৭৮) বেশ আশাবাদী । | Andy Martinez(@andrs78)较为乐观: |
16 | সে টুইটার বলেছে: হিলারি ক্লিনটন ইকুয়েডর-এ, হয়ত কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে? | 希拉蕊前来厄瓜多尔…也许有事正在改变? |
17 | উত্তর আমেরিকার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ক্লিনটন কিছু প্রস্তাব উথাপন করেছে। | |
18 | তবে সকল ইকুয়েডরিয়ান তার পরিদর্শনে খুশি ছিল না। বামপন্থী একটিভিস্টদের একটি দল [স্প্যানিশ ভাষায়]কারন্দেলেত প্যালেস এর বাইরে প্রতিবাদ করেছে; তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এ আগমনে আপত্তি জানিয়েছিল এবং এমনকি তারা যুক্তরাষ্ট্রের একটি জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। | 希拉蕊身为北美重要领袖,引起各种期望,但厄瓜多尔民众却非全然乐见她来访,一群左派人士于Carondelet宫外抗议,反对美国国务卿来访,甚至焚烧一面美国国旗,抗议者据称为「人民民主运动」(MPD)及「厄瓜多尔马列共产党」(PCMLE)成员,他们高举标语写道「废除种族歧视移民法」以及「希拉蕊滚出厄瓜多尔」。 |
19 | বাধাদানকারীদের পপুলার ডেমেক্রেটিক মুভমেন্ট (এমপিডি) এবং ইকুয়েডরের মার্ক্সবাদীলেনিনপন্থী সাম্যবাদী দল (মার্ক্সসিষ্ট লেলিনিষ্ট কমিউনিস্ট পার্টি বা (পিসিএমএলই) সদস্য হিসেবে সনাক্ত করা হয়েছিল। | |
20 | তারা চিহ্ন দেখিয়েছিল যে” বর্ণবাদী অভিবাসন আইন প্রত্যাহার করো“এবং “হিলারী ক্লিন্টন ইকুয়েডর ছাড় “। | 不过Twitter用户Vicente Alvarado不同意抗争者的言论,他表示: |
21 | তবে টুইটার ব্যবহারকারী ভিসেন্তে আলভারাদো [স্পেনিশ ভাষায়] বিরোধীতাকারীদের সঙ্গে একমত নন। | 厄瓜多尔与美国关系改善…MPD阻止人民进步,反对希拉蕊,他们知道我国每年向美国出口多少吗? |
22 | তিনি তার একটি টুইটে উদ্ধৃতি করেন: | 真是无知民众。 |
23 | ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অগ্রগতি হচ্ছে… ক্লিনটনে সাথে বিরোধ তৈরির মাধ্যমে এমপিডি জনগণকে পিছনে ধরে রেখেছে। | |
24 | তারা কি জানে আমরা কি পরিমাণ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি? | 校对:Soup |