Sentence alignment for gv-ben-20090902-5707.xml (html) - gv-zhs-20090904-3655.xml (html)

#benzhs
1চীন: নতুন আবিষ্কার করা হান অক্ষরগুলো中国:新创汉字
2সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যে তারা হান লেখনীকে ঠিক করার জন্য তাতে ৪৪ টি নতুন অক্ষর সংযোজন করেছে।最近中国政府教育部宣布了44个汉字的写法修正,这一修正其实无足轻重且显得多余,因此大多数网民批评教育部是在找麻烦。
3এই নতুন সংযোজন এতটাই অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন যে বেশীরভাগ নেটিজেন এই সমস্যা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছে।即便是新华社新闻也把这次修正描述为「整形」。
4এমনকি সিনহুয়া সংবাদপত্র এই ধরনের সংযোজনকে “প্লাস্টিক সার্জারি” বা “কৃত্রিম” বলে বর্ণনা করেছে।然而,教育部的声明反而引发许多人动手自创新汉字。
5তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই কাজে উৎসাহিত হয়ে অনেক নেটিজেন নিজেরাই নতুন হান অক্ষর সৃষ্টি করেছেন।许多新造字反应了网络文化与中国网民遇到的挫折。
6এইসব নতুন অক্ষর চীনের ইন্টারনেট সংস্কৃতি ও নেট নাগরিকদের হতাশাকে প্রতিফলিত করেছে।恶搞百科上从不同来源收集了3个新造的字。
7এগাওবেইক তিনটি আলাদা সূত্র থেকে তিনটি নতুন আবিষ্কার করা হান অক্ষর সংগ্রহ করেছেন। প্রথমটির উচ্চারণ “নান”।第一个的发音是「Nan」。
8腦殘, এটি দু'টি হান অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে। যার মানে মাথা নষ্ট হয়ে যাওয়া।是由两个汉字组成:脑残,意味大脑有问题。
9ইন্টারনেটে এটি খুব প্রচলিত পদ বা টার্ম।这词在网络上常用来批评无法独立思考的愤青。
10দেশ প্রেমিক তরুণদের সমালোচনা করার জন্য এই পদটি ব্যবহার করা হয়। কারণ তারা স্বাধীন ভাবে চিন্তা করতে পারে না।第二个的发音是「Wao」,由「五毛」组成,意思就是五毛钱。
11দ্বিতীয়টির উচ্চারণ হচ্ছে “ওয়াও” যাকে অনেকটা 五毛 এভাবে লেখা হয়।指得是共产党政府付费请来的网评员,用来在网站跟论坛上塑造舆论。
12এর মানে হল ৫০ সেন্ট বা ৫০ পয়সা। প্রকৃতপক্ষে এর মানে একদল ধারাভাষ্যকার, যারা চীনের প্রধান সব ওয়েবসাইট ও ফোরামের মন্তব্যের মাধ্যমে সরকারী মতের প্রতিষ্ঠায় চেষ্টা করে, এবং এর জন্য সরকারের কাছ থেকে ৫০ সেন্ট করে সম্মানী পায়।最后一个字的发音是「Diang」,由「党中央」3个字拼成,意思是中国共产党委员会。
13সব শেষের অক্ষরটির নাম “ডিয়াং”যাকে অনেকটা 黨中央 এভাবে লেখা হয়, তিনটি অক্ষরে।这个新字的意思是绝不容质疑的政治正确。
14এর মানে হল চাইনিজ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি।这番戏弄文字很明显是针对中国共产党统治的黑色幽默。
15এই নতুন শব্দ নির্দেশ করে দেশটির একমাত্র রাজনৈতিক দলের সিদ্ধান্ত এতটাই সঠিক যে, তা নিয়ে কোন প্রশ্ন তোলা যায় না। এটা বলা যায় যে এ ধরনের তিক্ত রসিকতা, আসলে চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) তীব্র দমন নীতির কারনে জন্ম নিয়েছে।事实上,许多推特使用者回报这第3个昨天才发明的新造字「Diang」已经被和谐了。
16ঘটনা হচ্ছে কিছু টুইটার রিপোর্ট করছে যে তৃতীয় চরিত্র “ডিয়াং” যা গতকাল আবিষ্কার করা হয়েছে, তাকে ইতোমধ্যে একটি ঐক্যতানে বাঁধা হয়ে গেছে।校对:Soup