# | ben | zhs |
---|
1 | মরোক্কো: কাসা নেগ্রা অস্কারে মরোক্কোর প্রতিনিধিত্ব করবে | 摩洛哥:《黑暗公寓》将角逐奥斯卡 |
2 | কাসা নেগ্রা চলচ্চিত্র মরোক্কোতে এক আলোড়ন তৈরি করেছে | 《黑暗公寓》一片在摩洛哥获注目 |
3 | মরোক্কো টাইমস ব্লগে জাকারিয়া রামাদি ঘোষণা দিয়েছে, সম্প্রতি মরোক্কোর ছবি কাসা নেগ্রা ২০১০ সালের একাডেমি পুরস্কার (অস্কার) প্রতিযোগিতায় মরোক্কোর প্রতিনিধিত্ব কারী ছবি হিসেবে মনোনীত হয়েছে। রামাদি ছবিটির প্রশংসা করেছেন এবং বলেছেন: | 摩洛哥影业过去几年不断成长,多部卖座电影在此取景,包括《王者天下》(Kingdom of Heaven)、《黑鹰计划》(Black Hawk Down)、《火线交错》(Babel)等,除此之外,本地电影在海外影响力也与日俱增。 |
4 | এটা এক সাধারণ ছবি, যা মরোক্কোর বাস্তবতার আয়নায় তার সকল বৈপরীত্য তুলে ধরে। এই ছবি মরোক্কোর সেই সব লোকদের উপর আলো ফেলে, যারা আরো ভালো এক বাস্তবতার দিকে তাকাতে চায়, কাসাব্লাঙ্কার প্রতিদিনের খিস্তিখেউড়ের উপর জীবন চলতে থাকে। | Zakaria Rmidi在Morocco Times博客上宣布,摩洛哥近期电影《黑暗公寓》(Casa Negra)将代表国家,角逐2010年美国奥斯卡奖(Oscars),他相当赞扬该片: |
5 | এভাবে নুরুদ্দিন লাখহামারি যে কিনা একজন পরিচালক ও অভিনেতার ম্যানেজার দু'টি পেশায় বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি মরোক্কোর দর্শকদের অনুরোধ করেছেন, এই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার জন্য, তারা যেন এর নকল কপি না কিনে। | |
6 | তিনি গুরুত্ব দিয়েছেন, মরোক্কোর দর্শকদের ছবিটি আকর্ষণ করবে, কারণ ছবিটি দর্শকদের সচেতনতাকে তুলে এনেছে। ব্লগার অগাহারাসকে ছবিটি তেমন আকর্ষণ করেনি, সে লিখেছে: | 这个寻常故事反映摩洛哥的现实与矛盾,也刻画出许多摩洛哥人改善未来的希望,影片中充满地方用语,Noureddine Lakhmari除了是导演兼经纪人,也成功让摩洛哥观众走进戏院,而非等着盗版上市,导演也强调,观众是因为对电影主题产生共鸣而受到吸引。 |
7 | আমি অন্য কারো শিল্প নষ্ট/ধ্বংস করা অথবা প্রকাশ/ উন্মোচন করা পছন্দ করি না। | Agharass则对这部电影没这么满意,他认为: |
8 | আমার ভিতর যে শিল্পী সত্তা রয়েছে, তার মাধ্যমে বলছি, আমি সব সময় জনতার নিজস্ব বিচারের উপর শিল্পকে ছেড়ে দিই, এইবার আমি এক আশা নিয়ে গিয়েছিলাম, যে আমি এক ব্যতিক্রম ছবি দেখব, কিন্তু বলতে হচ্ছে, এই ছবিটিতে মরোক্কোর কিছুই নেই, কেবল ছবির শুটিং করা স্থানগুলো ছাড়া। | |
9 | যে ভাবে এই ছবি বানানো হয়েছে / অথবা এই ছবির বানানোর পদ্ধতি কাসা নেগ্রার পটভুমিতে তৈরি, এতে দেখানোর চেষ্টা করা হয়েছে -তাতে হওয়া উচিত ছিল এটা একটা মরোক্কোর ছবি-আমার কাছে তা অদ্ভুত বলে মনে হয়। | |
10 | এই ছবি, (অথবা লেখকের নিজের শব্দে, পুরো ভিডিও এবং অডিও) দেখাচ্ছে যে মরোক্কোর এক তরুণ, সে যে কোন ভাবেই হোক সাফল্য পেতে চায়। | |
11 | ছবিতে এমন কিছু রয়েছে প্রচুর/ ঘটনাটি, যেমন সমাজের সকল অভিজ্ঞতা [সামাজিক] পাল্টে গেছে [যেখানে তার চেহারা] “প্রাথমিক ব্যক্তি স্বাতন্ত্র্যতায় রূপ নিয়েছে, হয়তো তার নিজস্ব উপলব্ধি/অভিজ্ঞতার মুখোমুখি হবে। | |
12 | এই চলচ্চিত্র, বর্ণনা করে/ দেখায় কাসাব্লাঙ্কা এক অশ্লীল/সঠিক নয়, এমন ভাষার অন্ধকারে ডুবে আছে, সংঘর্ষ ময় দৃশ্য এবং এমন সব পরিস্থিতি, যা শহরের বেশীর ভাগ বাসিন্দাদের কাছে অপরিচিত। | |
13 | কয়েকজন আহাম্মকের সমাজের প্রান্তে বাস করার মানে এই নয় যে, তাদের অভিজ্ঞতা/ জীবনধারণ মরোক্কোর সমাজের বাকি দের জীবন যাপন। এই ছবিতে রয়েছে, দুই স্বল্প সময়ের জন্য চোরে পরিণত হওয়া ব্যক্তির গল্প, যারা কাসাব্লাঙ্কা শহর ছেড়ে পালাতে চাইছে। | 我不太喜欢摧毁或解构他人艺术作品,我自己拥有艺术家灵魂,总喜欢交由大众公评,但这次我决定破例,认为这部电影除了拍摄 场景 外,和摩洛哥毫无关系,做为一部摩洛哥电影,《黑暗公寓》的拍摄方式很怪异,影片呈现一位摩洛哥年轻人,想尽办法希望成功,对于正经历社会变迁与「个人至 上主义」的各国社会,应该都可找到这种现象。 |
14 | পরিচালক নুরউদ্দিন লাখমারির দ্বিতীয় ছবি ইতোমধ্যে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। হাসান মাসিকি, মরোক্কো আমেরিকান বোর্ড “ভিউপয়েন্ট” এ ব্লগ করেন। | 电影里描绘卡萨布兰加(Casablanca)地区的黑暗面,充满低俗且不恰当的语言、暴力场景,以及多数市 民并不熟悉的情况,纵然有些笨蛋生活在社会边缘,也不能将他们的经验或生活方式扩大套用于整个摩洛哥社会。 |
15 | তিনি এই ছবির একটি পর্যালোচনা করেছেন যাতে একে তিনি “সত্যিকারের রত্ন” বলে অভিহিত করেছেন এবং লিখেছেন : | |
16 | এই ছবিটি মরোক্কোর কয়েকজন তরুণের বাস্তব ধর্মী জীবন ছবি এঁকেছে। তারা সমাজের প্রান্তিক অবস্থানে বাস করে। | 该片叙述两名小贼希望逃离卡萨布兰加,是导演第二部作品,已在多个影展获得不少奖项。 |
17 | তবে তাদের এই বসবাস নিজেদের বেছে নেবার কারণে নয়, ঘটনাক্রমে তারা এই পরিস্থিতিতে পরে যায়, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। | |
18 | চলচ্চিত্রে দুই প্রধান চরিত্র, আদিল ও করিম। তারা উভয়ে অসাধারণ অভিনয় করেছে। | Hassan Masiky在摩洛哥裔美国人讨论区「Viewpoints」中评论这部电影,认为该片为「真正的宝石」: |
19 | তারা তাদের অভিনয়ে, মরোক্কোর তরুণদের উদ্দীপনা, পতন এবং আশাকে ফুটিয়ে তুলেছে, দেশটির হতাশা ও আশাহীন অবস্থার মাঝে। | 电影叙事主轴中,写实反映多名摩洛哥年轻人生活在社会边缘的情况,不是因为自我抉择,而是源于超乎自我控制的情况所致,两位主角Adil与Karim成功刻画摩洛哥年轻人一代站在绝望边缘,心中所怀抱的志向、失望与希望。 |
20 | মরোক্কোর প্রতিদিনের জীবনে যে সমস্ত বিতর্কিত সামাজিক বিষয় সমাজের অংশ জুড়ে থাকে কাসা নেগ্রা সেই সমস্ত বিষয়গুলো তুলে এনেছে। | |
21 | যা এখনো রক্ষণশীল ব্যবস্থায় সততা সাথে ও খোলামেলা ভাবে আলোচনা হয় না। | |
22 | এখানে মদ্য পান এবং নেশা করা ও ঘরের ভিতর যে অত্যাচার চলে সেই বিষয় থেকে নিয়ে, সামাজিক শোষণ তুলে ধরা হয়েছে, নুরউদ্দিন সামাজিক অসুস্থতা গুলো ছবিতে প্রদর্শন করতে লজ্জা বোধ করেন নি। | |
23 | তিনি বিষয় গুলোকে এক শৈল্পিক উপায়ে এবং ক্যামেরার পটভূমিতে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। এলা এল আলাউয়ু মরোক্কোর ছবি নিয়ে ব্লগ করেন। | 该片触及各种社会争议,这些都存在于摩洛哥日常生活内,但从未公开坦白地在一般论坛中讨论,包括酗酒、吸毒、家暴、社会剥削等,导演未必以艺术或电影手法掩饰各种社会弊病。 |
24 | তিনি মে মাসে এই ছবির পর্যালোচনা করেছেন। এক খোলা চিঠির আকারে তিনি ছবির পরিচালককে লিখেছেন: | Allal El Alaoui的博客以摩洛哥电影为主题,她也在五月评论此部电影,并向导演撰写「公开信」写道: |
25 | আমি একটা বিষয় জানি যে মরোক্কোর দর্শকরা নিজেদের ঘৃণা করে। কারণ আপনার ছবিতে আপনি খিস্তি খেউড়ের স্টাইলে ভাষা প্রয়োগ করেছেন। | 我也知道,因为你在电影里使用的低俗语言,会让摩洛哥观众痛恨自己,但我认为你的手法较为前卫,因为过去三四十年间,我们 在电影 院里看到的写实欧美电影中,也同样使用街头俚俗语言。 |
26 | কিন্তু আমি মনে করি, আপনি এই স্টাইলে ভাষা প্রয়োগের এক অগ্র পথিক, কারণ আমরা চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে মরোক্কোর চলচ্চিত্রকে দেখেছি। | |
27 | বাস্তব ধর্মী ইউরোপ ও আমেরিকান সিনেমায় একই ভাবে খিস্তি ব্যবহার করা হয়, যা কিনা রাস্তার ভাষা। | |
28 | মরোক্কোর চলচ্চিত্রে ধাপে ধাপে এই ভাষা ব্যবহার করা শুরু করবে। এটা এমন এক বিষয়, যা আমি নিশ্চিত ভাবে বলতে পারি, শীঘ্রই এই ঘটনা আরো ঘটতে যাচ্ছে। | 摩洛哥电影观众会逐渐习惯这种语言,我保证这种情况很快会发生,请各位去观赏该片,在这部Nour- Eddine lkhmari导演的美丽故事中找到自己。 |
29 | কাজেই চল কাসা নেগ্রা দেখতে যাই এবং এবং আমাদের নিজেদের দেখি এই সুন্দর গল্পের মধ্য দিয়ে, যার লেখক নুরুউদ্দিন লাখহামারি। | |
30 | মন্তব্যকারী মোহামেদ জাফজাফ একমত, তিনি লিখেছেন: | Mohamed Zefzaf留言时也同意: |
31 | আমি আপনার মত এবং এই ছবি সম্বন্ধে আপনার মূল্যায়নের সাথে একমত। যদি এটা কিছু দিক থেকে স্থূল, আমরা মরোক্কোর লোকেরা এই ধরনের শৈল্পিক ধরনের সাথে পরিচিত নই। | 我同意你对这部电影的评价,也认为某些部分相当「低俗」,摩洛哥人并不习惯这种艺术感,尤其以语言来说,现实生活可能比电影更加鲜明,我确实认为电影说某些人类情况,并不仅限于摩洛哥,而是普世情形…这只是我的一些想法。 |
32 | বাস্তবতা বিশেষ করে ভাষা ব্যবহারের উপর নির্ভর করা, যা চলচ্চিত্রের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, আমিও মনে করি এই ছবি মানবীয় শর্তের কথা বলে, যা কিনা কেবল মরোক্কোর লোকদের একার জীবন নয়, বিশ্বের কথা বলে… কিছু চিন্তার কথা। কাসা নেগ্রা চলচ্চিত্রটি এখনও ইংরেজী লেখা অনুবাদ বা সাবটাইটেল সহ এখন মুক্তি পায় নি। | 《黑暗公寓》目前尚未加上英文字幕,不过已成立官方博客[法文]、Facebook页面与网站,若希望阅读更多有关摩洛哥影业的内容,请见Sandra Gayle Carter的新著《What Moroccan Cinema?: A Historical and Critical Study》。 |
33 | এই ছবির একটা নিজস্ব ব্লগ [ফরাসী ভাষায়], ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে। | 校对:Soup |
34 | মরোক্কোর চলচ্চিত্র শিল্প সম্বন্ধে আরো জানার জন্য সান্ড্রা গাইল কার্টারের নতুন বই: হোয়াট মরোক্কোন সিনেমা?: এ হিস্টরিকাল এন্ড ক্রিটিকাল স্টাডি পড়তে পারেন। | |