Sentence alignment for gv-ben-20120430-25870.xml (html) - gv-zhs-20120510-10935.xml (html)

#benzhs
1সিরিয়া: একটিভিস্ট আলি মাহমোদ ওথামান-এর রাষ্ট্রীয় টেলিভিশনে “অপরাধের স্বীকারোক্তি”叙利亚:社运者的电视“自白”
2২৮ মার্চে, ভিডিও একটিভিস্ট আলি মাহমোদ ওথমানকে, হোমসের বাবা আমর-এর প্রচার মাধ্যমের সদর দপ্তর থেকে গ্রেফতার করা হয়েছে।2012 年三月廿八日,荷姆斯媒体办公室领袖 Ali Mahmoud Othman 遭到逮捕。
3তার সঙ্গী একটিভিস্টরা বিশ্বাস করেন যে তার গ্রেফতারের পর তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে।社运人士认为他被捕后受到刑求。
4২৫ এপ্রিলে, সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন ওথমানের-এক বিশেষ সাক্ষাতকারের ঘোষণা করে, যা শীঘ্রই প্রচারিত হবে।四月廿五日叙利亚国家电视台播放对 Othman 的独家访问。
5রাষ্ট্রিয় টিভি চ্যানেল আদদোনিয়ায় এই সাক্ষাৎকারের প্রচারের আগে এর যে টুকরো অংশ প্রচার করছিল, তাতে আলিকে প্রথমে তারা কারাকক্ষে দেখা যায়, এরপর রাফিক লাতিফকে সাক্ষাৎকার প্রদানের জন্য আলিকে বাইরে নিয়ে আসা হয়, এর সাথে এক নাটকীয় মিউজিক বাজতে থাকে এবং উপরে একটা লেখা ভাসতে থাকে “ আমাদের সাথে থাকুন…বাবা আমার-এর ভেতরের ঘটনা জানুন” (বাবা আমর হচ্ছে হোমসের একটি এলাকা যেখানে সরকারি বাহিনী গণহত্যা চালিয়েছে)।Addounia 国家电视台播放的预告中,Ali 首先出现在牢房中,然后出来和访问者 Rafiq Lutif 谈话,同时有戏剧化的配乐和标题“锁定本台……巴巴艾玛的内幕”(荷姆斯受到政府军猛烈攻击的区域)。
6জোর করে ক্যামেরার সামনে স্বীকারোক্তি প্রদান করানো, সিরিয়ায় অত্যন্ত সাধারণ এক ঘটনা, এটি হচ্ছে অন্যদের বিরোধীদের দলে যোগদানে নিরুৎসাহিত করার এক পন্থা।在叙利亚录下囚犯被强迫的“自白”是很常见的手段, 目的是吓阻其他人加入反抗军。
7এই ভিডিও, যা ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় পাওয়া যাবে, তা স্বয়ং নিজেই কথা বলছে: http://youtu.be/c6YRba6VlLo这段影片可以在脸书和 Youtube 上看到,其内容本身就足以说明一切:
8ওথমান, যে তার বন্ধুরা কাছে “আল জেড” (দাদা) নামে পরিচিত, মূলত সে এক সব্জি বিক্রেতা এবং সিরিয়ার গণ জাগরণের শুরু থেকে সে এই ঘটনার বিষয়বস্তু নথিভুক্ত করা শুরু করে।http://youtu.be/c6YRba6VlLo
9যারা বাবা আমর-এর সংঘর্ষের ঘটনা উপর সংবাদ প্রদান করছিল, তাদের জন্য সে ছিল দারুণ এক সাহায্যকারী, উক্ত এলাকার ভেতরে অবস্থান করতে থাকা আর্ন্তজাতিক সাংবাদিকদের এলাকা ত্যাগে সাহায্য করেছে ।Othman 被朋友们称为“Al Jed(爷爷)”,他原本是一位菜贩,从叙利亚起义便开始纪录荷姆斯的动乱状况。
10এমনকি যখন সিরিয়ার সামরিক বাহিনী উক্ত এলাকা পুনরায় দখল করে, তখন সে বাবা আমর-এ থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে।他是协助报导巴巴艾玛的冲突、帮忙疏散外国记者的要角。 即便在叙利亚军队收复巴巴艾玛之后他依然决定留下。
11হোমস, বাবা আমার-এ, আলি ওথমান।Ali Mahmoud Othman 在荷姆斯的巴巴艾玛。
12ছবি সূত্র: বাবাআমর নিউজ照片来自巴巴艾玛新闻。
13শনিবার, ২৮ এপ্রিল তারিখে সিরিয় সময় রাত ৯টায়, “আমরা সবাই একটিভিস্ট আলি ওথমানের মত বীর” এই স্লোগানের মাধ্যমে আলি ওথমানের প্রতি একাত্মতা প্রদর্শন করে একটি “অনলাইন বিক্ষোভের” সূচনা করা হয়।为了表示对 Othman 的支持,一场“网上示威”将在四月廿八日星期六晚上九点(叙利亚时间)举行,口号是“我们都是社运英雄 Ali Mahmoud Othman”。
14বাবা আমর নিউজের সূত্রানুসারে:根据 巴巴艾玛新闻的脸书页面:
15সিরিয়ার প্রচার মাধ্যম আলিকে ব্যবহার করেছে এবং নাগরিকদের বলছে এমন এক অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন যা কিনা “ বাবা আমর-এর গোপনীয়তা উন্মোচন করবে”।媒体利用 Ali 要观众锁定他们揭露“巴巴艾玛的秘密”的节目。
16আমরা জানি আলি দেখতে কেমন ছিল এবং তার ওজন কত ছিল, এটা পরিষ্কার যে তার উপর অত্যাচার করা হয়েছে এবং তার সাথে খারাপ আচরণ করা হয়েছে।我们知道 Ali 原本的样子和体重,他显然遭到折磨和恶劣的对待。
17এখন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে না, তাকে টিভিতে দেখানো হবে।现在他不会上法院受审,而是上电视示众。
18স্পেনের সাংবাদিক মনিকা জি.西班牙记者 Mónica G.
19প্রিয়েটো টুইট করেছেন:Prieto 在推特上说:
20বেদনাদায়ক।@monicagprieto:可悲。
21#বাবাআমর-এর নাগরিক সাংবাদিক দলের প্রধান “আল জেড”, তাকে জোর করে টিভিতে তার অপরাধ স্বীকারে বাধ্য করা হচ্ছে।#BabaAmr 公民媒体团队领袖 Al Jed 被强迫在电视上“自白”他犯的罪。
22তবে অনেক নেট নাগরিক এই সংবাদে স্বস্তি প্রকাশ করেছে যে, ওথমান এখনো জীবিত, কারণ গ্রেপ্তারকৃত অন্যদের এখনো কোন সংবাদ পাওয়া যাচ্ছে না।一些网友表示知道 Othman 还活着的消息松了一口气,而还有其他被抓的人依然毫无音讯。
23ফ্রি সিরিয়ান টুইট করেছে:自由叙利亚在推特上说:
24@ হামাইকো : একটিভিস্ট নউরা আল- জিজাউয়ি এবং আলি ওথমান এখনো গ্রেফতার হয়ে আছে, কিন্তু আমরা অন্তত জানি যে আলি এখনো জীবিত।@HamaEcho:社运人士 Noura al-Jizawi 和 Ali Othman 依然被拘禁中,但我们至少知道他们尚在人世。
25তুরস্কের দুই সাংবাদিক এখনো নিখোঁজ।有两名土耳其记者依然下落不明。
26এই অনলাইন দরখাস্তের মাধ্যমে নেটনাগরিকরা ওথমানের ক্রমাগত মুক্তির দাবী করে যাচ্ছে।网友们持续透过这项线上请愿活动呼吁释放 Othman。