# | ben | zhs |
---|
1 | থাই অভ্যুথান বিরোধী একটিভিস্ট বলছে দেশটির কর্মকর্তারা তাকে ধর্ষণের হুমকি প্রদান করছে | 反政变运动人士:泰国宪警威胁强暴 |
2 | মানবাধিকার দিবসে থাই অভ্যুত্থান বিরোধী একটিভিস্ট কং-উদম এবং সেরিতিয়াত (নীল টাই পরিহিত) থাইল্যান্ডের মানবাধিকার প্রধান আমারাকে একটি চিঠি হস্তান্তর করে। | 反政变运动人士Kong-udom (后方着白衫者) 与Seritiwat (系蓝色领带者) 于人权演讲活动当天递交抗议文宣予泰国人权组织主席Amara (照片来源:Khaoson English) |
3 | ছবি খাওসন ইংলিশ থেকে নেওয়া। | 泰国二名学生运动人士打断国家人权委员会主席发表演说,而遭警方拘押。 |
4 | যে ছাত্রী একটিভিস্ট এবং অন্যরা থাইল্যান্ডের মানবাধিকার সংস্থার প্রধানের ভাষণের সময় বাঁধা প্রদান করেছিল,এই ঘটনার পর পুলিশ তাকে আটক করে, এখন সে অভিযোগ করছে যে সাদা পোষাকের পুলিশ তাকে হয়রানি করছে এবং ধর্ষণের হুমকি দিচ্ছে। | 其中一名学生控诉当时有二位便衣宪警骚扰并威胁要强暴她。 |
5 | নাটচাচা কং-উদম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, এবং সিরাউইত সিরিতিয়াত, থাই স্টুডেন্ট সেন্টার ফর ডেমোক্রেসির এক আদি সদস্য(টিএসসিডি) তারা যারা ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নিরাপত্তা কর্মকর্তা ও অতিথি এবং প্রচার মাধ্যমের পূর্ণ উপস্থিতিতে তিন আঙ্গুলের সেলুট প্রদানে সমর্থ হয়, সামরিক জান্তা যেটিকে নিষিদ্ধ করেছে। | 12月10日于曼谷举行的国际人权日活动会场,大学生Natchacha Kong-udom,与泰国民主学生中心 (Thai Student Centre for Democracy, TSCD) 核心成员Sirawit Seritiwat,在媒体、保安人员及来宾在场的情况下,成功举示出被军政府禁止的三指手势。 |
6 | থাইল্যান্ড ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস (এনএইচআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। | 此国际人权日活动由泰国国家人权委员会所举办。 去年5月盈拉. |
7 | গত মে মাসে সামরিক বাহিনী কর্তৃক ইংলাক সিনাওয়াত্রার তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ প্রদর্শনকারীরা জনপ্রিয় হাঙ্গার গেম স্যালুটকে গ্রহণ করেছে। | 钦那瓦 (Yingluck Shinawatra) 的过渡政府被军方夺权后,反对政变的示威者仿用当红电影《饥饿游戏》中的三指手势表达抗议。 |
8 | সামরিক বাহিনী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ এবং জান্তার নীতি নিয়ে পাবলিক সমালোচনা নিষিদ্ধ করেছে। | 军方禁止抗议行为也禁止公开批评军政府的政策。 抗议学生们高举标语「枪声响起时国家人权委员会何在?」「 |
9 | ছাত্রছাত্রীরা এই ধরনের প্রতিবাদের ব্যানার প্রদর্শন করতে সমর্থ হয়, যেমন “যখন সেনা ছাউনি থেকে বন্দুক বের হয়ে এসেছিল, তখন এনএইচআরসি কোথায় ছিল?”, “তোমরা, যারা নিখোঁজ, তারা কি এখনো বেঁচে আছ” এবং “এনএইচআরসিকে অর্থ দেওয়া বন্ধ কর”। | 失踪人士」「你们还活着吗?」 及「停止付钱给国家人权委员会」。 |
10 | ২০০৯ থেকে আমারা পোঙ্গাসপিচ, এনএইচআরসির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত, তিনি হঠাৎ এই বিঘ্ন ঘটায় অপ্রস্তুত হয়ে পড়ে। | 自2009年起担任国家人权委员会主席的Amara Pongsapich被抗议学生打断演说,措手不及。 |
11 | কং-উদম এবং সিরিতিয়াতকে এনএইচআরসির এলাকা থেকে নিয়ে যাওয়া হয় এবং ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডারের তৈরী করা নিষেধজ্ঞা মানতে ব্যর্থ হওয়ায়, তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। | Kong-udom与Seritiwat因未遵守国家和平秩序议会订定的禁令,被保安人员带往警局。 |
12 | জান্তার পরিষদ-এর মতে ভিন্নমত পোষণ করা কোন কাজ জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা হয়ে উঠতে পারে। | 据军政府议会表示,异议行为将导致国家安全问题。 |
13 | গ্রেপ্তারকৃত এই দুই ছাত্রীকে যখন পুলিশ “আচরণ সামঞ্জস্যতা”-বিষয়ক জিজ্ঞাসাবাদ করছিল সে সময় এনএইচআরসির দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করে। | 国家人权委员会的两名代表前来观察警方对遭拘禁学生施以「态度调教」审问。 学生宣称被迫签署声明表示不再参与反政变示威。 |
14 | এই দুই ছাত্রী দাবী করছে যে তাদের কাছ থেকে জোর করে আগামীতে আর কোন অভ্যুত্থান বিরোধী অংশগ্রহণ না করার মুচলেকা নেওয়া হয়। | 同时,Kong-udom于Tung Song Hong警局报案,指控有二名男子在国家人权委员会演讲会场骚扰及威胁要强暴她。 |
15 | এদিকে টুয়াং সং হং পুলিশ স্টেশনে কং-উদম দুজন ব্যক্তির বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করে যারা তাকে এনএইচআরসির-এর অনুষ্ঠানে হয়রানি এবং ধর্ষণেরর হুমকি প্রদান করেছে। | 与这名遭威胁的学生运动人士访谈;她使用三指手势对国家人权委员会表达抗议,便衣警员威胁要强暴她。 |
16 | এনএইচআরসির-এর অনুষ্ঠানে তিন আঙ্গুলের এক সেলুট প্রদান প্রদর্শনের কারণে যে ছাত্র একটিভিস্টকে সাদা কাপড়ের কর্মকর্তারা ধর্ষণের হুমকি প্রদান করেছে, পরে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। | 当天在国家人权委员会事件现场,她发现有一名可疑男子跟踪她,「大哥你有什么事吗? |
17 | সে খেয়াল করে যে এনএইচআরসির-এর অনুষ্ঠানে তাকে অনুসরণ করা হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তিকে সে জিজ্ঞেস করে “ভাইজান আপনি এখানে কি করছেন, আর আপনি আমাকে সবসময় অনুসরণ করছেন”। | 你一直跟着我。」 该名男子回答:「我找机会强暴妳。」 |
18 | উক্ত ব্যক্তি উত্তর প্রদান করে “ তোমাকে ধর্ষণ করার চেষ্টা করছি”। | 不少目击者,包括国家人权委员会官员及记者,都看见该威胁举动。 |
19 | এনএইচআরসির-এর কর্মকর্তা এবং সাংবাদিক সহ অনেক সাক্ষীর সম্মুখে এই হুমকি প্রদানের ঘটনা ঘটে। | 「人权观察」亚洲分部泰国地区资深研究员Sunai Phasuk于12月12日抗议事件当天在推特上发言: |
20 | | Plainclothes officials threatened to rape student activist after she staged 3-finger salute protest at #Thailand Human Rights Commission. |
21 | সুনাই ফাসুক, যিনি হিউম্যান রাইটসের এশিয়া ডিভিশনের জ্যৈষ্ঠ গবেষক, তিনি ১২ ডিসেম্বরের ঘটনা নিয়ে টুইট করেছেন: | - Sunai (@sunaibkk) December 12, 2014 |
22 | থাইল্যান্ড মানবাধিকার কমিশনে তিন আঙ্গুলে সেলুট দেওয়ার পর উক্ত ছাত্রী একটিভিস্টকে সাদা পোষাকের কর্মকর্তারা ধর্ষণের হুমকি প্রদান করেছে। | 学生运动人士用三指手势对泰国 (#Thailand) 人权委员会表达抗议后,便衣警员威胁要强暴抗议的学生。 |
23 | প্রচাতাই নামক এক স্বাধীন সংবাদপত্র সাইটকে কং-উদম বলে যে অন্য একটিভিস্টদেরও সন্দেহজনক ব্যক্তিরা অনুসরণ করছিল। | Kong-udom告诉独立新闻网站Prachatai,其他抗议运动成员也被可疑人士跟踪: |
24 | আমি জানি যে আমাকে এবং অন্য ছাত্র একটিভিস্টদের কিছু সময়ের জন্য অনুসরণ করা হচ্ছিল এবং অবশ্য আমি ভয় পেয়েছিলাম। | 我知道其他成员和我已经被跟踪了好一阵子,当然,我会害怕。 |
25 | এটা অধিকারের অপব্যবহার। | 这就是一种权力滥用。 |
26 | সর্বোপরি, আমার নিরাপত্তা কোথায়? | 毕竟,我的人身安全在哪? |
27 | কং-উদমের এই ছবি যা স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে প্রদর্শিত হয়েছে, সেখানে তাকে হাঙ্গার গেমের মত করে সেলুট দেওয়া অবস্থায় দেখা গেছে যা থাইল্যান্ডে সামরিক জান্তা বিরোধী এক প্রতীক | 这张Kong-udom的照片在社群媒体上被广为分享,Kong-udom效仿电影《饥饿游戏》中的三指手势,以此表达对军政府的抗议。 |
28 | কং-উদম যে কি না এক হিজড়া, সে ২০ নভেম্বর তারিখে হাঙ্গার গেম সেলুট প্রদর্শন করার কারণে ব্যাংককের এক সিনেমা হলের সামনে থেকে প্রথম গ্রেপ্তার হয়। | Kong-udom是一位跨性别者,在11月20日于曼谷一家戏院摆出三指手势后快闪而被警方第一次逮捕。 |
29 | যেমনটা এই লেখা পর্যন্ত জানা গেছে, এনএইচআরসির -এই হুমকির বিষয়ে কোন ধরনের বিবৃতি প্রদান করেনি। | 自本文发布后,国家人权委员会尚未针对此威胁事件发表声明。 |
30 | এই ঘটনা সাম্প্রতিক সময়ের থাইল্যান্ডের একটিভিস্টদের উপর প্রদান করা জোরালো হুমকির এক উদাহরণ, বিশেষ করে গত মে মাস থেকে যখন থাইল্যান্ডে সামরিক শাসন জারি হয়েছে, তারপর থেকে একটিভিস্টদের হুমকি প্রদান করে আসা হচ্ছে। | 泰国自去年5月宣布戒严以来,有关当局日渐加强对运动人士的胁迫手段,此次事件即是一例。 |
31 | শান্তিপূর্ণ ফ্লাশ মব এবং অভ্যুত্থান বিরোধী কার্যকলাপ সংঘঠিত করার মধ্যে দিয়ে একটিভিস্টরা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে যারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে, যারা এখনো পর্যন্ত দেশটির প্রধান গণতান্ত্রিক দলগুলোর কাছ থেকে কোন ধরনের সহায়তা, এমনকি সমর্থনসূচক বিবৃতিও লাভ করেনি। | 运动人士甘冒风险组织和平快闪行动与反政变活动,呼吁透过恢复民主选举还权于民,然而国内主要政党迄今却未曾协助他们或发声表示支持。 此次骚扰运动人士事件为泰国人权恶化之明证。 |
32 | থাইল্যান্ডে যে মানবাধিকার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে পরিণত হচ্ছে, একটিভিস্টদের হয়রানি করা হচ্ছে তার একটি প্রমাণ, সৌভাগ্যক্রমে এই ঘটনা সংবাদ প্রকাশ হয়েছে কারণ থাই নাগরিকদের ঐকান্তিক ইচ্ছা যারা নিপীড়নের বিরুদ্ধে মাথা নত করতে অনিচ্ছুক। | 幸而不愿屈于压制统治的泰国人民展现决心,才使报导得以曝光。 译者:Huang Ching-tung 校对:Fen |