# | ben | zhs |
---|
1 | জাপান: সুনামি আঘাত হেনেছে, কিছুই বাকি রাখেনি | 日本:海啸来袭、水漫各地 |
2 | এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। জাপানের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের পরে দেশটিতে এক ভয়ঙ্কর সুনামি আঘাত হেনেছে। | 日本发生史上最大规模地震后,紧接着面临最巨大的海啸,全国人民都紧盯着电视新闻萤幕,看着高超过七公尺的海啸淹没车辆与建筑物;世界其他地区则严阵以待,夏威夷下令撤离沿海居民,至少还有20国发出警报;英国《卫报》亦不断张贴即时讯息。 |
3 | দেশজুড়ে জনগণ তাদের টিভি সেটে চোখ রেখেছে এবং দেখছে সাত মিটার উঁচু সুনামির জলের স্তম্ভ গাড়ি এবং বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে - এইসব দৃশ্য। | http://www.youtube.com/watch? |
4 | তবে বিশ্বের অন্যান্য স্থানে লোকজন আরও ক্ষতির জন্যে প্রস্তুত হচ্ছে, যেমন হাওয়াইতে উপকূল এলাকা থেকে লোক সরিয়ে নেয়া হচ্ছে এবং আরও বিশটি দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। | |
5 | দ্যা গার্জিয়ান এই দুর্যোগ সম্পর্কে তাজা খবর প্রকাশ করছে। http://www.youtube.com/watch? | v=rWgvX1FGK4I http://www.youtube.com/watch? |
6 | v=rWgvX1FGK4I http://www.youtube.com/watch? v=lSimeWFiuYc | v=lSimeWFiuYc |
7 | ইবারাকির বড় ঘূর্ণিপাক এর একটি ছবি (@গাকুরানমান এর সৌজন্যে): টুইটারে প্রকাশিত বার্তাগুলোর কিছু নমুনা: | 茨城地区出现巨大漩涡(照片来自@gakuranman.com): |
8 | টাইনিস্টার৩২৩ লিখছে: সুনামিকে খালি ঢেউ ভাবলে ভুল করবে, এটি আসলে কংক্রিটের দেয়ালের মত যা দ্রুত গতিতে ধেয়ে আসে। | Just a sampling of messages on Twitter. |
9 | মানুষ তার কাছে খর কুটোর মত। | 以下是几则在Twitter网站上的讯息。 |
10 | দয়া করে আগ্রহী হয়ে দেখতে কাছে যাবেন না। | Tinystar323写道: |
11 | @নিশি_০০২৪ একটি অসমর্থিত খবরে জানিয়েছে যে প্যাসিফিকো ইয়োকোহামা সেন্টারে আর লোকের জায়গা হচ্ছে না: | 可别将海啸当成寻常海浪,那就像是“以极高速倒塌的水泥墙”,人类完全无法匹敌,请别因为好奇而前往观浪。 |
12 | প্যাসিফিকো ইয়োকোহামা কনভেনশন সেন্টার সুনামির হুমকির মুখে তাই তারা আর লোক নিচ্ছে না। | @nishi_0024发出的讯息尚无法证实,指称横滨太平洋会议中心拒绝再收容民众: |
13 | সুনামির শিকার @এডামামকিবলছে: | 横滨太平洋中心面临海啸威胁,故停止收容更多民众。 |
14 | আমরা সুনামির শিকার। | @edamamicky是位海啸受害者: |
15 | আমরা দ্বিতীয় তলায় আছি - আমার আম্মা, ভাই এবং একজন প্রতিবেশিসহ। আমরা সুস্থ আছে, উদ্ধারের অপেক্ষায়। | 我是海啸受害者,我在一栋民宅的二楼,与母亲、弟弟及一位邻居等待救援,没有人受伤,大水淹进一楼,我们无法自行离开,电话也已断讯。 |
16 | প্রথম তলা পানির নিচে তাই বেরোতে পারছি না। ফোনও নষ্ট। | 若要获得灾后最新消息,请参考日本放送协会NHK的官方直播频道。 |
17 | ভূমিকম্পের পরবর্তী সময়ের মিনিটে মিনিটে প্রতিবেদনের জন্যে এন এইচ কের সরকারী স্ট্রীম দেখুন. | 校对:Soup |