Sentence alignment for gv-ben-20101227-14238.xml (html) - gv-zhs-20110103-7138.xml (html)

#benzhs
1ভারত: রাষ্ট্র বিরোধী কার্যক্রমের অভিযোগে ডাক্তারের আজীবন কারাবাস印度:医师因叛国罪遭判无期徒刑
2২৪ ডিসেম্বর, ২০১০-এ ভারতের ছত্তিশগড়ের রায়পুর জেলার এক দায়রা আদালত নাগরিক অধিকার আন্দোলন কর্মী ডাক্তার বিনায়ক সেনকে রাষ্ট্র বিরোধী কার্যক্রম এবং ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছে।2010年12月24日,印度恰蒂斯加尔省(Chattisgarh)莱普市(Raipur)地方法院判民权运动家沈恩医师(Dr.
3আদালত ডাক্তার সেনকে এই রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং তাকে আজীবন কারাবাস প্রদান করে।Binayak Sen)犯有煽动叛乱和谋反罪,因其救治毛派反抗者,判决是终身监禁。
4ডাক্তার সেন পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি ‘জাতীয় নাগরিক মুক্তি পরিষদ'(পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি বা পুকাল) এর সহ-সভাপতি।沈恩医师为小儿科医生,现任公民自由联盟副主席(People's Union for Civil Liberties)。
5তিনি ছত্তিশগড়ের আদিবাসীদের কাছে এক অতি পরিচিত জন।他在恰蒂斯加尔省知名度颇高。
6১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে সেখানকার আদিবাসীদের দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ জনতার স্বাস্থ্যের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
7১৪ মে,২০০৭ সালে তাকে গ্রেফতার করা হয়।1981年起,沈恩医师积极投入贫穷部落与偏远地区居民的健康医疗。
8জেলে থাকা নকশালপন্থীরা নেতা নারায়ন সান্যাল এবং ব্যবসায়ী পিয়ুস গুহের (মাওবাদীদের সাথে যোগাযোগের কারণে তাকেও গ্রেফতার করা হয়) মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং ২০০৯ সালে ভারতের সুপ্রীম কোর্ট থেকে জামিন পাবার আগ পর্যন্ত তাকে ২ বছরের জন্য কারাগারে কাটাতে হয়।
9তার এই ২ বছর মেয়াদের সাজার সময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নোয়াম চামস্কি সহ, বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তার মুক্তির জন্য আবেদন জানায়, যাদের মধ্যে ২২ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন। ডাক্তার বিনায়ক সেনকে মুক্ত কর নামক প্রচারণা।2007年5月14日,沈恩医师被控替狱中的毛派领袖桑亚尔(Narayan Sanyal)与商人古哈(Piyush Guha)传递讯息,因而遭到逮捕,监禁两年,期间国际特赦组织、教授杭士基、22位诺贝尔奖得主等各界知名人士要求释放沈恩医师。
10ছবি ফ্লিকার ব্যবহারকারী ফ্রিবার্ড-এর, সিসি এট্রিবিউশন ২.2009年,最高法院终于准许保释出狱。
11০ জেনেরিক লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।要求释放沈恩医师的行动联盟图片由Flickr用户freebird提供,依据创用CC授权使用
12তার এই শাস্তির বিরুদ্ধে, সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।最近的判决引发世界各地人权主义者愤慨,网民也为他被判刑的消息作出反应。
13নেট নাগরিকরাও এই শাস্তির সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ইয়ে হ্যায় লাইফ লিখেছে:Yeh hai Life写道:
14২২ জন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এই রায়ে এটি পরিষ্কার, যে ভারতে ভিন্নমত সহ্য করা হবে না।没有人在乎22位诺贝尔奖得主和国际人权组织的意见,这个判决显示印度容不下异议之声,如果你不想遵守游戏规则,你就会被消音,印度创造了自己的刘晓波。
15যদি আপনি আইন নিয়ে খেলতে না পারেন, তাহলে আপনাকে চুপ করে থাকতে হবে।Chaikadai写道:
16ভারত এখন তার নিজস্ব লিউ শাওবোকে পেয়ে গেছে। আইকাদাই লিখেছে:我们已失去对印度政府、司法正义与媒体的信赖!
17ভারত নামক রাষ্ট্র, তার বিচার বিভাগ এবং প্রচার মাধ্যমের উপর থেকে আমাদের সত্যিকারের ভরসা হারিয়ে গেছে!请签下请愿书,为释放沈恩医师挺身而战。
18দয়া করে বিনায়ক সেনের মুক্তির লড়াইয়ে আমাদের আশাকে ধরে রাখার জন্য এই দরখাস্তে স্বাক্ষর করুন। তবে টুইটারের লোকজন সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে বিভক্ত।推特上面的留言则有分歧,有一部分的人支持,例如:
19একদিকে, তার সমর্থনে লোকজন টুইট করছে, যেমন,, @দিপতোশ: যখন আমি বিনায়ক সেনের বাসায় গিয়েছিলাম, সে সময় আমি আমার দৃষ্টিতে দেখেছিলাম, তার বাসায় মার্ক্সবাদী সাহিত্যের বই কম।@diptosh:我参观沈恩医师住家时,看到的马克思主义书籍比我自己的还少,警方表示那些书都是证据。
20পুলিশ বলছে যে এই সমস্ত বই হচ্ছে প্রমাণ।@saiphul:为沈恩医师遭受印度政府的政治迫害站出来
21@সাইফুল: ভারত নামক রাষ্ট্রটি যেভাবে ডাক্তার বিনায়ক সেনকে শাস্তি প্রদান করেছে, আসুন তার বিরুদ্ধে অবস্থান নেই।@Manish C Prabhakar:沈恩医师的判决真令人震惊
22@মানিশ সি প্রভাকর: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা বিস্ময়কর। @ফজলসামি: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা..@fzlsammy:沈恩医师被判罪…基本权利被强夺了
23মৌলিক অধিকারকে ধর্ষণ করা। @সত্যসাগর: মিথ্যা অজুহাতে ডাক্তার বিনায়ক সেনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে, তিনি রায়পুরের জেলে রাত অতিবাহিত করছেন।@satyasagar:欲加之罪,何患无辞?
24এখন কাউকে শুভ বড়দিন কথাটা বলা খুব কঠিন হবে! এম沈恩医师落入冰冷的莱普市监狱,圣诞都不快乐了
25অন্যদিকে এমন অনেকে রয়েছেন, যারা অনুভব করেন যে, মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল হিসেবে ডাক্তার সেনকে ভারত সরকার সঠিক শাস্তি প্রদান করেছে এবং প্রচার মাধ্যম ভুল ভাবে তাকে এক ঘটনার শিকার ব্যক্তি হিসেবে চিত্রিত করছে।另一方面,有些人则认为沈恩医师是毛派支持者,理应遭到印度政府惩罚,媒体不应将他塑造成受害人。
26যেমন, @এ্যাশ_দুবে: বিনায়ক সেন- নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের প্রকাশ্য চেহারা, তাকে সঠিক বিচারে শাস্তি প্রদান করা হয়েছে।@ash_dubey:沈恩是地下毛派运动幕后操盘手,理应被判刑,是媒体将他报导成受害者
27#মিডয়াগেট, প্রচার মাধ্যম তাকে এক ঘটনার ‘শিকার' হিসেবে তুলে ধরে, তার সত্যিকারের চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করছে।@damini1122:媒体真是太丢人了,竟然企图替毛派支持者沈恩争取大众同情
28@দামিনি১১২২:#মিডিয়াগটে ওরফে প্রচার মাধ্যম, যারা মাওবাদী সমর্থক বিনায়ক সেনের প্রতি জনতার যাতে সহানুভূতি তৈরি হয় সে প্রচেষ্টাই করছে।@sukanyadevi:企图在印度境内发起战争的人都下地狱去吧,为什么要拿无辜的部落开刀,轰炸学校与医院
29@সুকন্যাদেবী: যারা ভারত নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং নিষ্পাপ আদিবাসীদের মুণ্ডচ্ছেদ করেছে আর স্কুল এবং হাসপাতাল উড়িয়ে দিচ্ছে, তারা নরকে যাক। বিনায়ক সেন@KiranKS:身为人权运动者,沈恩为什么在2007年5月26日到6月30日之间,会见狱中的毛派革命者桑亚尔33次之多?
30@কিরনসকেএস: কেন একজন মানবাধিকার কর্মী বিনায়ক সেন ২০০৭ সালের মে মাসের ২৬ থেকে জুন মাসের ৩০- তারিখ-এর মধ্যে জেলে আটক এক সন্ত্রাসী সান্যালের এর সাথে ৩৩ বার দেখা করেছিল? @ফিরোজখানকেএস: কালমাদির গৃহে অভিযান চালানো হয়েছে, রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে!@FirozKhanKS:印度英联邦运动会组委会主席卡尔曼迪(Kalmadi)遭到突袭检查,电信部长拉加(Raja)备受质疑,沈恩被判刑,这个圣诞夜太棒了,祝大家圣诞快乐!
31কি সুন্দর বড়দিনের এক সন্ধ্যা! সবাইকে বড়দিনের শুভেচ্ছা!沈恩医师究竟是不屈不挠地为最贫穷的部落服务,还是支持毛派与革命者,为两者传递讯息,维系组织网络?
32কাজেই চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে, বিনায়ক সেন একজন ডাক্তার, যিনি গরিবদের মধ্যে যারা সবচেয়ে গরীব তাদের জন্য অক্লান্ত কাজ করে গেছেন, অথবা একজন অপরাধী যে কি না কেবল মাওবাদী বা নকশালপন্থীদের প্রতি সহানুভূতিশীল নয়, একই সাথ উভয়ের মাঝে বাহক হিসেবে কাজ করেছে, তাদের তাদের নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য?
33সে কি অপরাধী কিনা, কেবল সময়ই তা বলে দেবে। তার পরিবার এখন দায়রা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।只有时间知道答案,现在沈恩医师的家人不服地方法院判决,要向高等法院提出上诉,现在对整起事件下的最好结论,来自Indrajit写道:
34এখন পর্যন্ত সম্ভবত ইন্দ্রজিৎ সংক্ষিপ্ত আকারে- এর সেরা উত্তরটি প্রকাশ করেছে, যে লিখেছে:沈恩医师表现出这个议题中,牵涉的组织与个人多么错综复杂,难以定位。
35ডাক্তার সেন দলের বিভিন্ন বিষয় এবং তার মত ব্যক্তির জটিলতাকে প্রতিনিধিত্ব করছেন।校对:Soup