Sentence alignment for gv-ben-20130625-37067.xml (html) - gv-zhs-20130127-12155.xml (html)

#benzhs
1মিয়ানমার: প্রতিবাদের বছর ২০১২缅甸2012:抗争之年
2অং সান সু চি'র নির্বাচনে বিজয়, রোহিঙ্গাদের প্রতি নিপীড়ন এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি ভ্রমণের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার ২০১২ সালে আলোচনায় এসেছিল।翁山苏姬赢得大选、罗兴亚人遭迫害的报导以及美国总统欧巴马访问缅甸,这几项大概是国际社会印象中的缅甸2012。
3এটি সত্যিই বিস্ময়কর ছিল এবং গ্লোবাল ভয়েসেস এই ঘটনা এবং বিষয়গুলোর নাগরিক প্রতিক্রিয়া নথিবদ্ধ এবং অনুবাদ করতে সক্ষম হয়েছে।这些确实是2012年的大事,全球之声也得以翻译并记录公民对于这些大事与议题的反应。
4কিন্তু গত বছর প্রকাশিত গল্পগুলোর পর্যালোচনা করে আমরা ঘোষণা করতে পারি যে, ২০১২ সালটি ছিল মিয়ানমারে প্রতিবাদের একটি যুগান্তকারী বছর।不过,藉着回顾我们去年刊登的文章,我们可以宣布,缅甸的2012年是具有突破性的抗争之年。
5কমিউনিটি প্রতিবাদগুলো কিছু উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে তৈরি হয়েছে।为了对抗发展计划,缅甸出现了社区抗争。
6উদাহরণস্বরূপ, লেপটাডুং এ চীনা আর্থিক সহায়তায় পরিচালিত তামা খনির প্রকল্প স্থানীয় বাসিন্দাদের প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়।举例来说,礼勃东(Letpadaung)的中资铜矿计划就遭到当地居民激烈反对。
7সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিবাদ শিবির রাষ্ট্র বাহিনী ছত্রভঙ্গ করে দিলে তা বিশ্বব্যাপী তীব্র নিন্দার সৃষ্টি করে।国家透过武力,暴力驱散僧侣组成的抗议营,而引起全球谴责。
8বৈদ্যুতিক ঘাটতির প্রতিবাদে সমাবেশ।大城市里,民众抗议电力短缺。
9ছবিঃ সি যে মিয়ানমার ফেসবুক পাতা照片来自脸书CJ Myanmar页面
10গত গ্রীষ্মে বৈদ্যুতিক ব্যর্থতায় প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি শহরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছড়িয়ে পরে।去年夏天的大停电,导致国内好几个大城市爆发自发性的抗议。
11মানুষ বিদ্যুৎ প্রদানে সরকারের অক্ষমতা এবং পাশাপাশি নিজ দেশের বিদ্যুৎ চীনে সরবরাহ করার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানায়।民众认为,电力短缺应归咎于政府无能以及政府决定提供部分国内能源给中国。
12আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তির প্রতীক হিসেবে নীল বেলুন উড়ানো।国际和平日,象征“和平”的蓝色气球升空。
13ছবিঃ সি যে মিয়ানমার ফেসবুক পাতা照片来源:脸书页面CJ Myanmar
14সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার সমর্থনে শান্তি সমাবেশ সংগঠিত হয়েছে।为了支持政府与反叛军之间的和平对谈,民众组织了和平集会。
15আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনে বিভিন্ন দল একটি মিছিল যোগদান করে, যদিও শান্তি দিবসের ঘটনা পুলিশ দ্বারা অবরুদ্ধ হয়েছে।虽然和平日活动遭到警方封锁,许多不同的团体都参加了庆祝国际和平日的集会游行。
16এছাড়াও এই উদ্যোগগুলো এটাই তুলে ধরেছে যে, মিয়ানমারের গৃহযুদ্ধ দেশে হাজার হাজার উদ্বাস্তু তৈরি করেছে।这些倡议同时也强调,缅甸内战造成国内数千名难民。
17এছাড়াও বেশ কিছু ছোট ছোট প্রতিবাদ ছিল যেগুলো পাবলিক বিতর্ক তৈরি করে, বিশেষ করে অনলাইনেঃ我们翻译了一篇缅甸文的文章,内文揭露难民在难民营里的生活状况。
18খনি বিরোধী প্রতিবাদে যেসব নারী কর্মী যোগদান করেন, তাঁদের একটি সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়, ছাত্র আন্দোলনের উপর একটি সামরিক অভিযানের ৫০ তম বার্ষিকী স্মৃতিরক্ষার একটি প্রয়াস অবরুদ্ধ করে দেয় সরকার এবং অনেক মানুষ ‘বুদ্ধ জুতা‘ এর বিক্রয় দ্বারা অত্যাচারিত হয়েছে।此外也有几个小规模的抗议活动,开启了公共辩论,特别是网络上的辩论:参与反采矿抗议活动的女性运动者,皆遭到短暂拘留、政府阻止民众参与军方镇压学生运动五十周年的纪念活动,此外,贩卖“佛鞋”的报导引发大众愤怒。
19দেশের পশ্চিম অংশের সহিংসতা দেশের মধ্যে সবচেয়ে তীব্র আলোচনা তৈরি করে।这张照片提醒网友不要在社群网络上传播仇恨言论。
20বিশ্বের প্রায় সবাই রোহিঙ্গাদের উপর মানবাধিকার লঙ্ঘনের জন্য একযোগে নিন্দা জানিয়েছিল।照片来自New Mandala
21আশ্চর্যজনকভাবে, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর স্বীকৃতির জন্য সংগ্রামরত রোহিঙ্গাদের ব্যাপারে দেশিয় মতামত ছিল বিভক্ত এবং এমনকি বিরোধী ব্যক্তিত্বরাও রোহিঙ্গাদের অঙ্গীকারের ক্ষেত্রে পূর্ণ সমর্থন প্রকাশ করেন নি।缅甸西部的暴力行为引发国内非常激烈的讨论,另一方面,全世界几乎团结一致谴责罗兴亚人遭受到的人权侵害。
22গণতন্ত্রের আইকন অং সান সু চি রোহিঙ্গা ইস্যু উল্লেখ করে নিছক ‘আইনের শাসন' সম্পর্কে বক্তৃতা করায় মিয়ানমারের বাইরে কর্মীরা হতাশ হয়েছে।令人惊讶的是,国内对于努力寻求认同的罗兴亚少数族群的看法却很分歧,甚至反对派人物也没有表现出对罗兴亚人的全面支持。
23তথাপি, রোহিঙ্গা ইস্যু বিতর্ক আমাদের ভুললে চলবে না যে, স্থানীয় বিরোধের ফলে হাজার হাজার নিরপরাধ রোহিঙ্গা এবং রাখাইন গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার মানুষ মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা আগমনের উত্সাহিত হয়েছেন।国外的运动人士也很好奇,为什么“民主符号”翁山苏姬谈到罗兴亚议题时,只讨论“法治(rule of law)”。
24এই ঘটনা এটারই ইঙ্গিত দেয় যে, বেসামরিক সরকার দ্বারা বাস্তবায়িত স্থানীয় সংস্কার বিশ্বের নেতাদের দ্বারা স্বীকৃত হচ্ছে।尽管如此,罗兴亚议题的争论不应使我们忘记,当地冲突同时影响到了罗兴亚人与若开族人,已经导致数千名无辜村民离开家园。
25এছাড়াও নেটিজেনরা সক্রিয়ভাবে অং সান সু চি'কে ওবামার দেওয়া বিখ্যাত চুম্বনে মন্তব্য করেছেন।美国总统欧巴马抵达缅甸时,有数千位民众到场欢迎。
26৫০০ এর অধিক রাজনৈতিক বন্দীদের মুক্তি ও নিয়মিত সংসদ নির্বাচন করা গত বছরের মধ্যে কিছু উল্লেখযোগ্য সংস্কারের অন্তর্ভুক্ত ছিল।欧巴马的到访,代表了世界各国领袖皆认可缅甸平民政府推动的当地改革。
27নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন যে, সামাজিক মাধ্যমের উপর ঘৃণা ছড়াবেন না।网友也热烈讨论欧巴马亲吻翁山苏姬这著名的一幕。
28ছবিঃ নিউ ম্যান্ডেলা去年有好几个值得注意的改革,其中包括释放五百位以上的政治犯以及举行定期的国会大选。