# | ben | zhs |
---|
1 | তাইওয়ানের #কংগ্রেসদখল প্রতিবাদ কর্মসূচীর অনুবাদ প্রচেষ্টা ব্ল্যাক-বক্স ক্রস-স্ট্রেইট বাণিজ্য চুক্তির বিপক্ষে। | 台湾:关注服贸审查争议 脸书上志愿译者协作翻译 |
2 | CSSTAtranslategroup থেকে প্রতিবাদ আইকন। তাইওয়ানে প্রতিবাদকারীরা গত ১৮ মার্চ তারিখে দেশটির পার্লামেন্ট দখল করে ইতিহাস সৃষ্টি করেছে। | 未经逐条审查,即迳自被执政党立委宣布完成审查的〈两岸服务贸易协议〉[英],引发台湾民众强烈不满。 |
3 | কেননা ক্ষমতাসীন দল চীনের সাথে বিতর্কিত ক্রস-স্ট্রেইট সার্ভিস বাণিজ্য চুক্তির (সিএসএসটিএ) প্রতিটি অনুচ্ছেদের কোন প্রতিশ্রুতিবদ্ধ পর্যালোচনা ছাড়াই তা সংসদে পাস করেছে। | 3月18日晚上,抗议民众成功占领立法院,这是台湾历史上第一次[英]。 |
4 | তাই তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন গ্রুপ এই প্রতিবাদকারীদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। | 脸书上许多关注此事的志愿译者集结起来,组织脸书社团“CSSTAtranslategroup 服贸议题翻译协作组织”。 |
5 | কয়েকশত অনুবাদক ফেসবুক গ্রুপ #সিএসএসটিএট্রান্সলেটগ্রুপের মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করেছে। | 他们透过翻译协作的方式,试图将此次严重危害台湾民主宪政的事件,翻译成各种语言并分享。 |
6 | তারা এই প্রতিবাদ কর্মসূচীর বিভিন্ন ঘটনা অনুবাদ করতে নিজেরা সংগঠিত হয়েছে। গ্রুপটি তাদের করণীয় কাজগুলো নিচে বর্ণনা করেছেঃ | 社团简介上,志愿译者说明了未来的工作目标: |
7 | ১. স্বল্প-মেয়াদী উদ্দেশ্যঃ আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং সরকারি বিভাগ সমূহে বিভিন্ন ভাষায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিগুলো অনুবাদ করে বিলি করা। | 1. 短期目标:将新闻稿翻译为多国语言后散布至国际媒体及各国政府单位; |
8 | ২. মধ্য-মেয়াদী উদ্দেশ্যঃ চীনা এবং তাইওয়ান সরকারের মধ্যকার পরবর্তী পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এই চুক্তি নিয়ে ইংরেজী এবং অন্যান্য ভাষায় যেসব খবর আগামীতে প্রকাশিত হবে, সেগুলো অনুবাদ করা। | 2. 中期目标:持续关注中国政府及台湾政府的动向,并将后续消息翻译为英文,及其他各国语言。 |
9 | ‘তাইওয়ান, বিক্রয়যোগ্য নয়' এই ব্লগটিতে অনুবাদিত কলামগুলো প্রকাশ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ লিখিত রূপ এখন চীনা, ইংরেজী এবং জার্মান ভাষায় পাওয়া যাচ্ছে। | 翻译完成的文章将发布在这个部落格上,目前翻译好的新闻稿全文已经有中文、英文与德文,另有丹麦文摘要。 |
10 | সেখানে সংক্ষেপে একটি ডেনিশ ভাষার সংস্করণও আছে। | 另外,为了让国际知道台湾目前的抗议情形,网友在脸书上也广泛转贴分享一份占领立法院的多语言讯息。 |
11 | এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে সক্রিয় কর্মী ও শিক্ষার্থী ইয়েহ জিয়ুন তিং তাঁর ফেসবুক প্রোফাইলে নিচের বার্তাটিকে ৩১ টি ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করেছেনঃ | |
12 | তাইওয়ানের নাগরিকেরা এখন আইন পরিষদ ইউয়ান (পার্লামেন্ট) দখল করেছে। তারা অযৌক্তিক ক্রস-স্ট্রেইট সার্ভিস বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমনটি করছে। | 发起者Yeh Jiunn Tyng的脸书状态,已经有超过8,000个赞、超过13,500次转发: |
13 | পার্লামেন্টের বাইরে পুলিশ জড়ো হয়েছে এবং প্রতিবাদকারীদেরকে সেখান থেকে সরানোর প্রস্তুতি নিয়েছে। তাইওয়ানের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত কঠিন একটি মুহুর্ত। | 台湾的人民为了反对两岸服务贸易协议粗暴的审查,现在正占领立法院抗议,镇暴警察正在集结,准备强制驱离。 |
14 | আমরা সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। আপনার পরিচিত সবার সাথে দয়া করে এই খবরটি শেয়ার করুন। | 这是对台湾的未来和民主非常重要的时刻,我们需要世界的关注,请把这个消息分享给所有朋友。 |
15 | এই খবরটিকে অনুগ্রহ করে অন্যান্য ভাষায় অনুবাদ করুন। | 天佑台湾。 |
16 | (অনুগ্রহ করে এই পোস্টের মন্তব্যের স্থানে অনুবাদটি পোস্ট করুন, আমি এটিকে যোগ করে দেবো।) তাইওয়ানকে সৃষ্টিকর্তা রক্ষা করুন। | 目前,这则讯息至少已提供30种语言的版本。 |
17 | তাঁর পোস্টটিতে ৯ হাজার জনেরও বেশি লোক পছন্দ করেছেন এবং ১৫ হাজার জনেরও বেশি লোক শেয়ার করেছেন। | 校对:Fen |