# | ben | zhs |
---|
1 | ইরান: হোসেইন দেরাকশানকে মুক্ত কর গত পহেলা নভেম্বর ২০০৯ ছিল ইরানের ব্লগার হোসেইন “হোদার” দেরাকশানের গ্রেফতার হবার প্রথম বার্ষিকী। | 伊朗:要求释放博客 |
2 | যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লগার ও সাংবাদিক সাইরাস ফারিভার জানাচ্ছেন তার সাথে দেরাকশানের ভাই হামেদের যোগাযোগ রয়েছে: জেলার নতুন এটর্নি জেনারেল (সরকারি আইনজীবী) এর সাথে হোসেইনের বাবা-মা দেখা করেছেন। | 2008年11月1日,伊朗博客Hossein “Hoder” Derakhshan遭到逮捕,至今届满一周年, |
3 | এটর্নি জেনারেল ২৯শে অক্টোবর এভিন জেলে হোসেইন দেরাকশানের সাথে তার বাবা-মার দুপুরের খাবার খাওয়ার অনুমতি দেন। | 美国博客兼记者Cyrus Farivar与他的哥哥Hamed联系后得知: |
4 | এতে নিশ্চিত হওয়া গেছে যে হোসেইনকে এভিন নামক কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তবে পরিবারটি নিশ্চিত নয় যে, পরবর্তীতে হোসেইনের সাথে তাদের দেখা করার অনুমতি দেওয়া হবে কি না। | 他的父母最近与新地方法官见面,法官允许两人在10月29日时与儿子Hossein Derakhshan在Evin监狱共进晚餐,此事证实他被囚禁在Evin监狱,但家人不知道下次何时才能再见到他。 |
5 | ইরানের ব্লগার জুইয়া লিখেছেন, দেরাকশান বিপ্লবী গার্ড বাহিনীর কারগারের ৩২৫ নম্বার বিভাগে অবস্থান করছে। | 伊朗博客Jooya指出,这位博客至今仍身处在伊朗革命卫队监狱第325段,并关在独监房近一年。 |
6 | জুইয়া এর সাথে যোগ করেন, মানবাধিকার কর্মীদের মতে তাকে একটি নির্জন কক্ষে এক বছর ধরে রাখা হয়েছে। ইরানের একদল ব্লগার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এক সপ্তাহ ধরে তাদের ব্লগের শিরোনামের সাথে “হোসেইন দেরাকাশানকে মুক্ত কর” বাক্যটি রাখবে। | 一群伊朗博客决定将一个星期之中,都在博客名称上加注「释放Hossein Derakhshan」的字样,Fanous Azad表示: |
7 | ফানুস আজাদ বলছেন [ফার্সী ভাষায়]: আমিও আমার ব্লগের শিরোনামের সাথে “হোসেইন দেরাকশানকে মুক্ত কর” বাক্যটি যুক্ত করে দিয়েছি। | 我也在博客名称上加入「释放Hossein Derakhshan」。 |
8 | তিনি আরও বলেন: | 他另提到: |
9 | … যখন হোসেইন তার ব্লগে অন্যদের প্রতি অভিযোগ করা শুরু করে, তখন থেকে আমি তার ব্লগ পাঠ করা ছেড়ে দিই। কিন্তু এখন সে কে, এটা চিন্তা না করেই তার অধিকার রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি…. | …原本Hossein开始指控他人时,我便不再阅读他的博客,但现在我不管他的身分如何,都要捍卫他的权利…他和其他人一样,都应拥有思考及言论自由。 |
10 | অন্য মানুষের মত হোসেইনেরও মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার রয়েছে। | Parsanevesht呼吁博客集体采取行动,才能发挥最大影响力。 |
11 | পারসানেভেশত ব্লগারদের যৌথভাবে কাজ করার জন্য বলছেন, যাতে হোসেইনকে মুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রভাব পড়ে। | 校对:Soup |