# | ben | zhs |
---|
1 | আফ্রিকাবাসীরা অনলাইনে তাদের ছেলেবেলার গল্প তুলে ধরছে | 非洲:线上分享儿时回忆 |
2 | দ্যাট আফ্রিকান গার্ল (সেই আফ্রিকার মেয়ে) হচ্ছে একটি ব্লগ যেখানে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আফ্রিকাবাসীদের ছেলেবেলার গল্প পোস্ট করা হয়। | [本文英文版原载于2010年9月6日] |
3 | এটি একটি ব্লগ যেখানে বিশ্লেষণ করা হয় আফ্রিকার পরিবারে বেড়ে ওঠা এবং দুটি জগৎে সহাবস্থানের অভিজ্ঞতা। | 博客That African Girl(那个非洲女孩)中有来自世界各地的非洲人的儿时回忆。 |
4 | যেসব ব্লগার এখানে লিখে থাকেন তারা আফ্রিকার কোন দেশ এবং কোন পশ্চিমা দেশ, উভয় স্থানে বসবাস করেছেন। | 这个博客是关于成长在非洲家庭并且学习生活在两个国家。 |
5 | মাকাফুই ফিআভি এবং অ্যাডে টেশোম এই ব্লগটি শুরু করেছেন। | 博客分享他们住在非洲和西方国家的回忆。 |
6 | মাকাফুই টোগোতে জন্ম নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন এবং অ্যাডে একজন তরণী ইথিওপিয়ান আমেরিকান। | 这个博客是由玛卡芙依·费尔比和艾荻·特少梅所创立,玛卡芙依出生于多哥,在美国长大,艾荻则是埃塞俄比亚裔美国人。 |
7 | মাকাফুইয়ের স্বাগত বাণী এখানে রয়েছে: | 以下是玛卡芙依的介绍: |
8 | কলেজের দিনগুলোতে অনেক লোক সময় নেয় তাদের নিজেদেরকে এবং তাদের পারিপার্শিক বিশ্ব সম্পর্কে জানার চেষ্টা করে। | 在大学时期,许多人花时间更加了解自己,以及自己在世界中的位置。 |
9 | অনেকেই এই চেষ্টা করে থাকে নিজেদের বিভিন্ন পরিচয়ে দেখার চেষ্টা করে, অথবা বিভিন্ন সামাজিক চক্র বা ধ্যান ধারণার অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করে। | 大部分的人尝试不同身分,或者探索不同社交圈和思想观念。 |
10 | আমার জন্যে কলেজের চার বছর আমার বিভিন্ন পরিচয় আবিষ্কার করতে কেটেছে এবং আমার ছিল এক তীব্র আকাঙ্খা জানতে যে দুই বিশ্বে কি করে সহাবস্থান করা যায়। | 对我 而言,这四年让我尝试了不同的身分,也让我非常想要学习如何生活在两个世界。 |
11 | আমার জন্ম এবং ছোটকাল টোগোতে কেটেছে এবং পরবর্তী বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা আমাকে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার আকাঙ্খা এনে দিয়েছে, আমি আগ্রহী হয়েছি বিভিন্ন গল্প শুনতে, এবং কিভাবে মানুষদের মিলন ঘটানো যায় তা জানতে। | 生于多哥长于美国,让我更想要探索及瞭解不同文化、聆听不同故事、及瞭解是什 么使人们聚集团结在一起。 |
12 | দ্যাট আফ্রিকান গার্ল (সেই আফ্রিকার মেয়ে) হচ্ছে সেইসব ধারণা ও কথোপকথনের সমষ্টি এবং জানা ও জানানোর আকাঙ্খাকে এগিয়ে নেবার প্লাটফর্ম। এখানে আমি বিভিন্ন বিষয়, মানুষ, স্থান, গল্প, স্বপ্ন এবং আবেগকে তুলে ধরি যা আমাকে অনুপ্রাণিত করে। | That African Girl(TAG)是思想、谈话和持续学习与分享的地方。 |
13 | অ্যাডে টেশোম এই ব্লগকে একটি “সংস্কৃতির মিশ্রণের স্থান, বহু বিষয়ে আসক্তি, আমাদের মত সারগ্রাহী কিশোর কিশোরীর চিন্তা ভাবনার স্থান” হিসেবে বর্ণনা করেছে। | 我在这里分享激励我的事物、人、地方、故事、梦想和热情。 |
14 | যখন আমি এই ব্লগে লেখার জন্যে মনস্থ করি, তখন আমি ম্যাক এর ধারণা “সংস্কৃতির মিশ্রণের স্থান, বহু বিষয়ে আসক্তি, আমাদের মত সারগ্রাহী কিশোর কিশোরীর চিন্তা ভাবনার স্থান” দিয়ে বেশ অনুপ্রাণিত ছিলাম। | 艾荻认为这个博客是“给像他们一样文化融合和有多元兴趣的人发表想法的地方”: |
15 | আমি বলতে চাই, এ জন্যেই আমরা বন্ধু। তার নিজেকে প্রকাশ করার চমৎকার চোখ আছে এবং খুব ভাল ধারণা আছে যা অন্যকে জানানো যায়। | 一开始在我答应加入这个博客时,就深深受到玛卡芙依的想法所鼓舞,一个给像我们一样文化融合,且有多元兴趣的人发表想法的地方。 |
16 | এবং আমি এর সাথে সম্পৃক্ত হবার চিন্তাটাকে ভালবেসে ফেলেছিলাম। | 就像我说的,这是我们成为朋友的原因。 |
17 | তাই এই ব্লগের জন্যে আমি হবার চেষ্টা করব একজন কলেজ পাশ করা ইথিওপিয়ান-আমেরিকান তরুণী, চেষ্টা করছি আমার অবস্থান জানার জন্যে এবং জীবনে আমার শেকড় গাড়ার জন্যে, যাতে আমি আমার বক্তব্য সবাইকে জানাতে পারি। লিজ এ. | 她擅于表达自己并且分享很酷的见解,而我也很喜欢这些想法,所以这是我想在这个博客扮演的角色,一位年轻的埃塞俄比亚裔美国人、刚毕业的大学生,正试着了解自己的位置,在生活中得到自己的立足之地,并不时发表我的意见。 |
18 | উগান্ডা/কেনিয়া থেকে একজন প্রদায়ক এবং যুক্তরাষ্ট্রে বাস করে। এই গুলো তার ছেলেবেলার স্মৃতি: | 丽滋也是其中一位贡献者,她来自乌干达/肯尼亚,住在美国,以下是她的儿时回忆: |
19 | ১) শাস্তি হিসেবে গায়ে আঘাত। | 1. 因惩罚而被打。 |
20 | আমি সব সময়ই কৌতুহল থাকে যখন আমার এশিয়ার বন্ধুরা তাদের রুমের কোনায় বসার শাস্তির কথা বলে অথবা তাদের রুমে বন্দি থাকার কথা বলে। | 当我的白人或者亚洲朋友说,他们被惩罚坐在角落或待在自己房间,我总是觉得有趣。 |
21 | আমাদের জন্যে শাস্তি ছিল মার খাওয়া। | 因为我们会被打。 |
22 | আমার মা উঠোন থেকে খুব সরু গাছের ডাল আনতেন বা আমার বাবা মোটা দেখে আনতেন। | 我妈妈通常会捡院子里的树上掉落的细树枝,而我爸爸会拿比较粗的树枝,有时候会让我们自己去捡,然后小腿会被鞭打的几下。 |
23 | অনেক সময় আমাদের নিজেদেরই তা আনতে বলা হত এবং আমাদের উরুতে কয়েকটি বেতের বাড়ি দেয়া হত। | 在美国,体罚似乎会让社工到家里检视,或者小孩会对父母感到生气。 |
24 | আমেরিকায়, মনে হয় এমন পরিস্থিতি ঘটলে সোশ্যাল সার্ভিসদের ডাকা হবে আর বাচ্চাদের অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং তাদের পিতামাতার ঘৃণার চোখে দেখা হবে। | 校对:Soup |