Sentence alignment for gv-ben-20090324-2056.xml (html) - gv-zhs-20090325-2151.xml (html)

#benzhs
1ভারত: গুজরাতের হীরা শ্রমিকরা সঙ্কটের কারনে আত্মহত্যা করছে印度:钻石工人因生计困境自杀
2হীরার স্বপ্ন দেখা। ছবি স্বোয়ামীবুর সৌজন্যে।[除另标示,本文连结皆为英文]
3নীচের ভিডিওগুলোতে আমরা দেখতে আর শুনতে পাবো ভারতের গুজরাতের হীরা পলিশকারীরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
4তাদের শিল্পকে বিশ্ব অর্থনৈতিক মন্দা গ্রাস করার ফলে হাজার হাজার লোক চাকুরিচ্যুত হচ্ছে।
5পরিবারকে খাওয়াতে না পেরে, বিল দিতে না পেরে আর বাচ্চাদের স্কুলে পাঠাতে না পেরে, তাদের রোজ আনা রোজ খাওয়াতে অভ্যস্ত হতে হচ্ছে।
6আর অনেকে আত্মহত্যাকে তাদের শেষ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে।「钻石之梦」照片来自Swamibu
7নীচের ভিডিওটি (ইংরেজী আর হিন্দী ভাষায়) আপ্লোড করা হয় আইআইএম এলাহাবাদ এর ছাত্রদের দ্বারা। এটি তাদের ব্যবসা প্রশাসন কোর্সের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ের অংশ।在以下影片中,我们可以看到印度古查拉特(Gujarat)地区钻石切磨工面临的情况,全球景气衰退与经济危机影响相关产业,使数千人遭到裁员,劳工无法抚养家庭、支付帐单或送孩子去上学,只能努力维持生计,许多人最后走上自杀一途。
8এই ভিডিও ব্যাখ্যা করে গুজরাতের সুরাটের হিরা পলিশকারীরা এই শিল্পে কি ভূমিকা রেখেছিল, আর এখন এই প্রক্রিয়া থেকে তাদেরকে কিভাবে বাদ দেয়া হচ্ছে। আগের ব্যস্ত কারখানা থেকে হিরা পলিশকারীদের বাদ দেয়া হচ্ছে আর কারুকাজ শিল্পে তাদের প্রতিস্থাপন করা হচ্ছে, যার সম্পর্কে তারা কিছুই জানে না।以下片段内 有英文与北印度文,是由IIM Ahmedabad学校的学生上传,这是「企业社会文化环境」课程的一部分,其中解释古查拉特Surat钻石切磨厂在产业内的角色,以及为何遭到裁撤,使 原本人声鼎沸的厂房如今看不到工人,由无数机具取而代之,但工人们对这些机器一无所知,这些专业劳工如今只能到其他产业谋生,所得大不如前;孩子过去就读 私立学校,如今却因为缴不出钱,连考试都无法参加:
9খুবই ভালো যোগ্যতাসম্পন্ন শ্রমিককে অন্য কারখানায় কাজ খুঁজতে হচ্ছে, আর আগের থেকে অনেক কম আয় হচ্ছে।Surat切磨厂的情况相当严重,约半数切磨工都遭到裁员,政府希望为这些劳工的子女设立奖学金,让学业不会中断,《印度斯坦时报》博客里有篇社论指出:
10তাদের বাচ্চা, যারা আগে প্রাইভেট স্কুলে যেত এখন পরীক্ষা দিতে পারছে না বেতন না দিতে পারার কারনে:经济危机在Surat有另一层意义,世界其他失业劳工通常还能寻求家族支援,当地多数劳工的整个家族都在同一产业,可能同时失去工作,或可能同时遭大幅减薪。
11সুরাটের পরিস্থিতি বেশ জটিল, যেহেতু ৫০% হিরা কাটার আর পলিশের শ্রমিক চাকুরি হারিয়েছে।Pragoti.org估计,因钻石产业危机而起的自杀案例可能已有71件:
12সরকার চেষ্টা করছে শ্রমিকদের বাচ্চাদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে যাতে তারা তাদের পড়া চালাতে পারে। হিন্দুস্তান টাইমস ব্লগে একটা সম্পাদকীয়তে লেখা হয়েছে:尽管官方对投资额感到很高兴,但最近几个月来,至少有71名钻石切磨工在古查拉特自杀,因为全球经济危机严重冲击钻石产业,让他们遭到裁员,虽然当地首长Narendra Modi总喜欢说自己是个「寻常人」,但却拒绝帮助这些劳工,让他们受狡猾的交易商操控…
13এই সঙ্কটের আর একটা দিক আছে সুরাটে- বিশ্বের অন্যান্য জায়গার চাকুরিচ্যুত শ্রমিকরা তাদের পরিবারের উপরে নির্ভর করতে পারে তাদের সাহায্য করার জন্য, এখানে বেশীরভাগ শ্রমিকের পুরো পরিবার হীরা পলিশ শিল্পে নিয়োজিত, আর সবার চাকুরী হারানোর বা বেতন অনেক কমে যাওয়ার ভয় আছে।
14প্রগতি. অর্গ এ বলা হয়েছে হীরা শিল্পের সঙ্কটের কারনে আত্মহত্যার সংখ্যা এখন পর্যন্ত ৭১:…除了这71件自杀案,这些钻石业劳工的处境相当灰暗,以致于Surat钻石协会发放学费减免申请单时,外头几乎人满为患。
15মোদির বাদ্যবাদকরা যখন লগ্নীর পরিমান দেখে খুশীতে লাফাচ্ছে, তখন অন্তত ৭১ জন হিরা পলিশকারী গত কয়েক মাসে গুজরাতে আত্মহত্যা করেছে কারন বিশ্ব অর্থনীতির মন্দা তাদের শিল্পকে মারাত্মকভাবে আঘাত করার ফলে তারা চাকুরিচ্যুত হয়েছে।
16মোদি যিনি নিজেকে ‘সাধারন মানুষ' হিসাবে তুলে ধরতে ভালোবাসেন, অস্বীকার করেন হীরা শমিকদের ছাড়িয়ে আনতে যারা কঠোর ব্যবসায়ীদের দয়ার উপরে নির্ভরশীল হয়ে আছে…
17…গুজরাতের ৭১টি আত্মহত্যার ঘটনা ছাড়াও, হীরা শ্রমিকদের মধ্যে অবস্থা এতো হতাশাজনক হয়ে পড়েছে যে সুরাট হীরা সমবায়ের বাইরে প্রায় হুড়োহুড়িতে পিষ্ট হওয়ার মত পরিস্থিতি হয়েছিল যেখানে স্কুলের বেতন মওকুফ করার ফর্ম বিতরন করা হয়। হীরা পলিশ করা একটা বিশেষ শিল্প, যেখানে একটা পাথরকে চমৎকার রত্নে পরিনত করা হয় যা বিশ্বব্যাপী অলঙ্কারকে সাজিয়ে তোলে।切磨钻石是项艺术,将原石转变为瑰丽宝石,让全球珠宝更加光彩夺目,以下影片节录自网络互动记录片《钻石之路》(作者注:网站似乎藏有特洛伊木马病毒,故未在此提供连结),让我们看到年轻的钻石切磨学徒经过三个月无薪学习后,试着切磨人生第一颗钻石:
18নীচের ভিডিওতে, ইন্টারঅ্যাকটিভ (অন্তর্জালমূলক) অনলাইন তথ্যচিত্র ‘হীরক সড়ক' দেখানো হচ্ছে [সাবধান, মনে হচ্ছে মূল সাইটে ভাইরাস আছে, যার জন্য আমি লিঙ্ক দিচ্ছি না], আমরা দেখছি একটা তরুন হীরা পলিশ শিক্ষানবিশ তিন মাস বিনা বেতনে শিক্ষানবিশকাল শেষ করে তার প্রথম হীরা পলিশ করছে:
19আপনি যদি এই শিল্প সম্পর্কে আরো জানতে চান, তাহলে (ইউটিউবে আপলোড করা) পরের ভিডিওগুলো দেখুন। জোবানপুত্রার ব্যাখ্যায় আমাদেরকে এগুলো সাঙ্গাভী হীরা প্রক্রিয়াজাতকরন কারখানায় নিয়ে যায়।若各位想对这个产业有更多认识,Jobanputra在接下来几段影片中,将带我们参观Sanghavi钻石处理厂,为我们解释整个过程,在这四段记录中,他说明工厂如何制订最佳范例、不聘雇童工,并确保钻石来源,而不是血钻石[中文]:
20চারভাগের বিশদ এই ভিডিওতে কারখানা ভমণ করে আমরা দেখি পাথর থেকে রত্ন তৈরির পুরো প্রক্রিয়া।第二、三、四段影片请见此。
21এছাড়াও তারা কিভাবে ভালো নীতি অনুসরণ করে, বাচ্চাদের নিযোগ দেয়না, আর যাচাই করে তাদের হিরা যেন ভালো জায়গা থেকে আসে আর যেন ‘রক্ত হীরা‘ না হয়।
22হীরা উৎপাদন প্রক্রিয়ার পর্ব ২, ৩ আর ৪ দেখতে সংখ্যায় ক্লিক করুন।校对:Soup