# | ben | zhs |
---|
1 | জাপান: অদ্যাবধি অমীমাংসিত একটা ইস্যুর প্রতি কমফোর্ট উইমেন ভিডিও-এর দৃষ্টি আকর্ষণ | 日本:慰安妇录像唤醒人们注意这仍未解决的议题 |
2 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ষাট বছর অতিবাহিত হয়েছে কিন্তু এখনও সেইসব নারী, যারা দাবি করেছেন যে জাপানী সেনাবাহিনীর নির্দেশে সৈন্যদের ‘কমফোর্ট স্টেশনে(বিশ্রামের স্থানে)” তাদেরকে যৌনদাসীর কাজ করতে বাধ্য করা হয়েছে, অপেক্ষার প্রহর গুনছেন সরকার কর্তৃক জনসম্মুখে ক্ষমা প্রার্থনার এবং বস্তুগত খেসারত প্রাপ্তির; যদিও সরকার এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে যে এই গণিকালয় স্থাপনের পেছনে তাদের ভূমিকা ছিল। | 距二次大战结束,已经超过60年了,但宣称在日本军队的命令下被绑架去当军人性奴隶的“慰安妇”,仍在等待政府的公开道歉和精神赔偿,即使政府仍否认在幕后支持这些“妓院”的控诉。 |
3 | যুদ্ধ শেষে সেনাবাহিনীর মনোরঞ্জনের জন্য বাধ্য করা এসব নারীদের বিদেশী কোন রাষ্ট্রে চালান করে নিগৃহিত ও শৃংখলিত এমনকি কোন কোন ক্ষেত্রে হত্যাও করা হয়েছে। | 战争结束后,这些曾服务过士兵的女人就被遗弃,在国外漂流,抑或是被杀掉。 |
4 | উক্ত অনলাইন ভিডিওর মাধ্যমে এর সাথে আরো জানা যাবে “সেনাবাহিনী কমফোর্ট উইমেনদের” দুর্দশা এবং এই বিষয়টি আলোতে নিয়ে আসার জন্য অন্যান্য প্রচেষ্টার কথা। | 透过线上影片可以让我们了解更多关于“军人慰安妇”的处境,并透过努力让这议题在其他地方浮出台面。 |
5 | উইটনেস দ্যা হাব ওয়েবসাইটে সবচেয়ে বেশী বার প্রদর্শিত জাপানের কমফোর্ট উইমেন নিয়ে নির্মিত ভিডিওতে দেখানো হয়েছে যে এই মহিলাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানী সৈন্যবাহিনীর মনোরঞ্জনের জন্য কখনও অপহরণ বা বল প্রয়োগ করে গণিকা বানানো হয়েছে । | 在Witness的The HUB上面,点阅率最高的影片之一是关于在二次大战期间被日本军队当作娼妓的慰安妇,这些女人通常是被征召、绑架、逼迫或是被强迫从事性奴隶的交易。 |
6 | জাপানী মহিলাদের সাথে তৎকালীন জাপান সাম্রাজ্যের অধিভূক্ত চীন, কোরিয়া সহ অন্যান্য অঞ্চলের নারীদেরও বাধ্য করা হয়েছে জাপানী সেনাবাহিনীর গণিকালয়ে কাজ করতে। | 这问题不只影响到日本的女人,来自中国、韩国,还有其他在当时也受日本帝国统治国家的女人,也受迫提供日本军妓院服务。 |
7 | এ সকল নারীদের দুর্বিষহ অবস্থা তুলে ধরার জন্য আলোচ্য ভিডিওতে ফটোগ্রাফ, চিঠির লেখা এবং চিত্র ব্যবহার করা হয়েছে। | 这影片结合了照片、信件内文,以及图画描绘着这些女人极端的生活情形。 |
8 | ভিডিওটি এখানে দেখতে পারেন অথবা হাভ-এ দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। | 可以看以下这个影片,或是点击这里看HUB。 |
9 | জাপানী সরকার কর্তৃক উক্ত অভিযোগ গ্রহণ ও অস্বীকার বিষয়ে দোটানা থাকায় এখনও বিষয়টি বিতর্কিত। | 由于日本政府于承认这些指控与否认该事,表现出摇摆不定的态度,这问题依然备受争论。 |
10 | সাধারণ মানুষও তর্ক করছ এ নিয়ে যে এমন ঘটনা সত্যিই ঘটেছে কিনা এবং সত্যিই যদি ঘটে থাকে তবে সেনাবাহিনীকে অভিযুক্ত করা যাবে কিনা। | 而大众也在辩论,这件事发生与否,如果是真的,军队该不该负责任。 |
11 | এমনেস্টি ইন্ট্যারন্যশনাল বর্তমানে একটা ক্যাম্পেইন চালাচ্ছে জাপানী সরকার কর্তৃক ক্ষমা প্রার্থনা ও ভুক্তভোগী নারীদের খেসারত প্রদানে বাধ্য করতে। | 国际特赦组织正在进行一项运动,就是要求日本政府向这些慰安妇道歉并赔偿。 |
12 | লন্ডনে, ইভ এনসলারের দ্যা ভ্যাজাইনা মনলোগসের উপর একটা উপস্থাপনার আয়োজন করা হয়েছিল চীনের কমফোর্ট উইমেনদের পক্ষে জন সচেতনতা সংগঠিত করতে। লিউচুনহা উক্ত উপস্থাপনার একটি অংশ তুলে ধরেছেন যা আপনারা এই লিংকে ক্লিক করে দেখতে পারেন। | 在英国伦敦,去年三月Eve Ensler的演出阴道独白(The Vagina Monologues),引起了对中国慰安妇的关注,leoocunha给我们看演出的一部分,你可以点击这个连结看看。 |
13 | ব্রাজিল থেকে ফলব্লুস্কাই নিচের ভিডিওটি আপলোড করেছে। সরকারের ভুল স্বীকার এবং এই নারীদের দুর্ভোগের জন্য তাদের ভূমিকা প্রমানের জন্য কমফোর্ট উইমেনদের বর্তমান সময়ের কিছু ফুটেজসহ ভিডিওটিতে অবিরামভাবে উক্ত দুর্ভাগাদের দুর্দশার কাহিনী বিধৃত হয়েছে: | 来自巴西的Fallbluesky上传以下这部影片,呈现那些慰安妇的故事,并加入了她们今日的片段,不断地试着要政府承认犯错,而她们就是错误下的受害者。 |
14 | জাপানের স্প্রাইটজুন কমিক বুক স্টাইলে একটি মানগা ভিডিও প্রকাশ করেছে যেখানে লিখিত ইংরেজী কথোপকথন সহ কমফোর্ট উইমেনদের দুর্দশার কাহিনী উঠে এসেছে। | 日本的Spritejune上传了一段动漫画,以漫画图格描述慰安妇的故事,对白是用英文写的。 |
15 | বর্ন এগেইন এ্যাজ এ ফ্লাওয়ার (কমফোর্ট উইমেনদের জন্য) নামে উক্ত ভিডিওটির দুটি খন্ড রয়েছে যেখানে প্রদর্শিত হয় কারখানার কাজে যোগ দেবার সাথে সাথে মুখ্য চরিত্রটিকে গণিকালয়ে তুলে নেয়ার দৃশ্য থেকে জাপানী দূতাবাসের সম্মুখে বুধবারের প্রতিবাদ বিক্ষোভ পর্যন্ত। | 这影片分为两部分,片名叫“如花朵般的重生-献给慰安妇”,叙述主角原本从工厂得到一份工作,却被带到军妓院,到星期三示威运动(Wednesday Demonstrations),自1992年1月8日星期三起,他们在日本大使馆前,要求向受害者道歉,并且在他们的历史教科书记载他们的故事。 |
16 | এই নির্যাতিত নারীরা ১৯৯২ সালের ৮ই নভেম্বর, বুধবার, থেকে এই বিক্ষোভ করে আসছেন নিজেদের নির্যাতিত হিসেবে প্রতিষ্ঠা এবং সে কাহিনী ইতিহাসের পাঠ্য বইয়ে অন্যান্য বিষয়ের সাথে অন্তর্ভুক্ত করার জন্য। | 以下为第一部分和第二部分。 缩图Japanese naval flag 由futureatlas.com提供 |
17 | নিচে প্রথম ও দ্বিতীয় খন্ড দেয়া হলো। ফিউচারএটলাস ডট কম থেকে জাপানি নৌবাহিনীর পতাকা ব্যবহার করা হয়েছে ক্ষুদ্র চিত্র হিসেবে | 校对:Sychan |