Sentence alignment for gv-ben-20100720-11848.xml (html) - gv-zhs-20100713-5567.xml (html)

#benzhs
1উগান্ডা: বোমা বিস্ফোরণে ব্লগারদের প্রতিক্রিয়া乌干达:爆炸案发生后…
2গত রাতে সারা বিশ্বের ফুটবল ভক্তরা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য বিভিন্ন শুঁড়িখানা এবং রেস্তরাঁয় জড়ো হয়েছিল।
3উগান্ডায় এই অনুষ্ঠান উদযাপন বাধাগ্রস্ত হয় যখন দেশটির রাজধানী কাম্পালায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় রাতের বেলায় জড় হওয়ার দুটি জনপ্রিয় স্থানে বোমা বিস্ফোরণ ঘটে।
4উগান্ডার সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু ঘটেছে এবং ডজন খানেক লোক আহত হয়েছে।
5উগান্ডার পুলিশ ধারণা করছে, এই বিস্ফোরণের পেছনে সোমালি বিদ্রোহী দল আল শাবাবের হাত থাকতে পারে।
6এই দলের অন্যতম এক কমান্ডার বা সেনাপতি সম্প্রতি উগান্ডায় হামলা চালানোর আহ্বান জানিয়েছিল।世界各地足球迷前晚聚集在酒吧和餐厅里,观看世界杯足球赛决赛实况,乌干达却因首都两处热门场所发生爆炸,让欢乐气氛嘎然而止。
7সোমালিয়ায়, আফ্রিকান ইউনিয়নের যে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছে তাতে উগান্ডার সেনা রয়েছে। এই বিদ্রোহী দলটি এই হামলার প্রশংসা করেছে, তবে তারা এর দায়দায়িত্ব স্বীকার করেনি।乌国媒体目前报导逾40人身亡,另有数十人因此受伤,警方指称索马利亚武装团体al-Shabab是幕后凶手,该组织一名领袖最近呼吁攻击乌干达,因为乌国派兵参与非洲联盟在索国的维和任务,该组织事后赞扬攻击行为,但并未承认犯案。
8কাম্পালার ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত দুই ব্যক্তি মুলাগো হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করছে।死亡爆炸案受害者在Mulago医院等待治疗,照片来自Trevor Snapp,经摄影师许可使用
9ছবি ট্রেভর স্নাপ-এর এবং অনুমতিক্রমে তা ব্যবহার করা হয়েছে।乌干达博客Gay Uganda指出:
10উগান্ডার ব্লগার গে উগান্ডা লিখেছে: উগান্ডায় হামলা চালান হয়েছে।乌干达遭到攻击,但其实是全人类受到攻击,谁会这么恶毒,对这种灾难感到快乐?
11সত্যি, এটা মানবতার উপর আক্রমণ। কে এ রকম নৃশংস কাজ করে খুশি হতে পারে?索马利亚游击队显然很开心,因为他们在索国与非洲联盟部队交战,认为非洲联盟阻挡他们建立伊斯兰律法统治的国家。
12দৃশ্যত, সোমালীয় বিদ্রোহীরা এতে খুশি। কারণ তারা সোমালিয়া আফ্রিকান ইউনিয়ন-এর সেনাদের সাথে লড়াই করছে।…但我看见同胞只不过在看足球赛,却遭到杀害及伤害,而他们对暴力背后的目标毫无所知,对非洲联盟部队也毫无影响力。
13আফ্রিকান ইউনিয়নের সেনারা বিদ্রোহীদের ইসলামিক শাসনের অধীনে শরিয়া আইন চালু করা প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে। …..
14আমি যা দেখতে পাচ্ছি, আমার স্বদেশবাদী, যে সমস্ত মানুষেরা কিছু করেনি তাদের, যে টুকু খারাপ কাজ তারা করছিল তা হচ্ছে ফুটবল খেলা দেখা, তাদের হত্যা এবং আহত করা হয়েছে, এক আদর্শের নামে, যার এ কাজ করছে সেই আদর্শের ব্যাপারে এদের সত্যিকারের কোন চিন্তা নেই, এমন কর্মকাণ্ড তারা করে, যা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে না।
15কে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আর্নেস্ট বাজানাইয়ে বেশ সতর্ক:
16এত তাড়াতাড়ি বলা উচিত নয় কে এই ঘটনার জন্য দায়ী এবং কেন।Ernest Bazanye则提醒,不要太早对爆炸案凶手身分下定论:
17যদিও দেশের বাইরে কানা ঘুষা শোনা যাচ্ছে এই জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আল শাহাব নামের দলটি, এটি সোমালিয়ার এক সন্ত্রাসী সংগঠন।
18এখন আমরা জানি যে এত তাড়াতাড়ি সঠিক খবর পাওয়া সম্ভব নয় এবং এত দ্রুত কোন সিদ্ধান্তে আসাটা আর্বাচীনের মত কাজ হবে।
19ট্রেভর স্নাপ এক তথ্যচিত্র ভিত্তিক ফোটোগ্রাফার যিনি কাম্পালায় বাস করেন, তিনি এই ঘটনার পর মুলাগো হাসপাতালে উপস্থিত ছিলেন, যেখানে বোমা বিস্ফোরণের পর অনেক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
20তিনি লিখেছেন: পরিবারের সদস্যরা অভ্যর্থনা কেন্দ্রের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ডাক্তার ও আহতদের দেহ রক্তে লাল হয়ে রয়েছে, তারা সার্জারি বা শল্য চিকিৎসা কক্ষে যাচ্ছে আর আসছে।虽然外国传言这是两起自杀爆炸案,由索马利亚恐怖组织Al-Shahab主使,现在要确定凶手身分与动机还言之过早,我们都应该明白,真相不会那么快厘清,此刻任何结论都还不够明确。
21শল্য চিকিৎসা কেন্দ্রে যাবার কক্ষের রাস্তায় একটি মানুষের দেহ মেঝেতে পড়ে আছে যার মাথা দিয়ে রক্ত পড়ছিল। সে কি জীবিত নাকি মৃত তা বোঝা অসম্ভব ব্যাপার ছিল।记录片摄影师Trevor Snapp居住在乌国首都,他在爆炸案后,前往收容许多伤患的Mulago医院,他写道:
22হাসপাতালের কর্মচারীরা একটি অস্থায়ী মর্গ বা মৃতদেহ রাখার এলাকা তৈরি করেছিল যেখানকার মেঝেতে ৬টি দেহ পড়েছিল, যাদের কারো কারো কাপড় বোমায় উড়ে গিয়েছিল। এরা সকলেই বয়সে তরুণ।许多家属在柜台前来回踱步,医师与满身是血的伤患不断进出手术室,有名男子倒在走廊地板上,头部鲜血直流,不知他是否仍有生命迹象;不远处的小储藏室里,医院员工设置临时停尸间,六具遗体躺在地上,有些衣服破损不堪,死者都很年轻。
23অনেক ব্লগার এক ধাক্কা খেয়েছে যে কাম্পালায় বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটেছে, যা পুরো আফ্রিকার সবচেয়ে নিরাপদ রাজধানী শহর বলে বিবেচিত।
24গ্লোবাল ভয়েসেস-এর এক প্রাক্তন লেখক জোশুয়া গোল্ডস্টাইন এখন কাম্পালায় বাস করেন। তিনি যে দুটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটেছে তার বর্ণনা প্রদান করছেন:许多博客对爆炸案惊讶不已,因为索国首都向来是非洲最安全首都著称,前全球之声作者Joshua Goldstein曾居住于当地,他描述爆炸发生地点的样貌:
25কাম্পালার রাগবি ক্লাব এক মুখরিত শুঁড়িখানা, যা মাঠের নিকটেই অবস্থিত, যেখানে কাম্পালার অনেক কলেজ ছাত্র তাদের বন্ধুদের সাথে এসে মিলিত হয়।
26যদি উগান্ডায় পুরুষ ছাত্রদের জন্য কোন সংগঠন থাকে তাহলে সেটি এখানে এসে পার্টি বা নিজেদের জন্য অনুষ্ঠান করতে পারে। এখানে নাইল স্পেশাল নামে বিশেষ আকর্ষণীয় কয়েক রকম মদের এক সেট পাওয়া যায়, যার পেছনে বাজতে থাকে রেগি এবং হৈ হুল্লোড় মার্কা গান।Rugby Club这间酒吧形状可随球赛调整,当地许多大学生都会在此与同伴相聚,若乌干达也有兄弟会的概念,这里就是兄弟会举办派对的场所,Nile Special是特色饮料,雷鬼与嘻哈音乐不绝于耳,周末白天会在此播放橄榄球赛,还会搭起棚子遮阳。
27সপ্তাহের ছুটির দিনগুলোতে একই ব্যক্তিরা রাগবি খেলা দেখে, শার্টের কলার গুলো উঁকি দেয় সুর্যের আলোকে আটকে দেবার জন্য
28এখনো শহর না হয়ে ওঠা ইথিওপিয়ান ভিলেজ নামের এলাকার পাশে, আমেরিকার দূতাবাস যে রাস্তা দিয়ে যাওয়া যায়, তার ঢালে, কালাবালার শেষ প্রান্তে রয়েছে কাম্পালার লাস ভেগাস বা বিনোদনের আড্ডাখানা।
29যার আশেপাশে ৫০০ মিটারের মধ্যে আধা ডজন ইথিওপিয়ার রেস্তোরা রয়েছে, যা গাগাবা ও টাঙ্ক হিল রাস্তার মাঝে অবস্থিত।
30সেদিন সন্ধ্যায় ইথিওপিয়ার অধিবাসী সাংবাদিকরা মিরা (এক ধরনের পাতা বা ছাল, যার মধ্যে মাদকতা রয়েছে) চিবোতে চিবোতে তাদের নির্বাসিত জীবন অতিক্রান্ত করছিল এবং সেদিনের সংবাদ নিয়ে আলোচনা করছিল। রাতের বেলা আশেপাশের এলাকার শুঁড়িখানায় আলো জ্বলে উঠল এবং নাচ পার্টি শুরু হল।…Ethiopian Village位于首都的另一边,与美国大使馆同一条街,当地犹如索国首都的拉斯维加斯,短短500公尺距离约有六家衣索比亚餐厅,这家最为高级,座落在 Ggaba路与Tank Hill路交叉口,流亡在外的衣索比亚异议记者会在下午聚集于此,一边嚼着巧茶(miraa),一边讨论新闻,晚上这附近满是酒吧与舞会。
31স্লীক লিখেছে: এইখানে সামান্য এক দৃষ্টিভঙ্গি প্রদান করা যাক।Sleek提及:
32আমি যুক্তি প্রদান করব যে এখন পর্যন্ত কাম্পালা সেই সমস্ত শহরের মধ্যে অন্যতম যেখানে রাত তিনটায় একজন শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে হেটে বেড়াতে পারে। এবং আমরা সেই সমস্ত জনতা যারা তেলের দাম বাড়ার জন্য অভিযোগ করতে পারি, উচ্চমাত্রার আয়কর প্রদান নিয়ে, মোবাইলে ফোনে কথা বলার জন্য অসম্ভব রকম টাকা প্রদান করা..先跟各位说明一下,长期以来,索国首都一直很安全,纵然在凌晨三点,人们可以从市区一端步行至另一端,我们总是在抱怨燃料价格高 涨、税赋太多、飞机票太贵…生活成本整体而言非常高,但我们还是会前往新开的店,花5000乌干达币买瓶啤酒,酒吧里总是人满为患、寸步难行,一切都 显得平常。
33বলা যায় জীবনযাত্রার মান অনেক ব্যায়বহুল।
34তারপরে আমরা নতুন এ রকম এক এলাকায় যাই যেখানে বার বার যেতে ইচ্ছে করে এবং ৫০০০ উগান্ডার মুদ্রা (উগান্ডা শিলিং বা ইউজিএক্স) দিয়ে বিয়ার কিনি।
35আমরা সেই সমস্ত এলাকাকে আমরা এমনভাবে পূর্ণ করি, তাতে শুঁড়িখানার মদ পেতে আপনাকে আক্ষরিক অর্থে লড়াই করতে হবে।
36এবং এখানকার প্রায় জায়গাসমূহ এরকম । আর এরপর আপনি শুনতে পাবেন বোমা বিস্ফোরণের শব্দ……直到你听见爆炸声…