Sentence alignment for gv-ben-20110328-16509.xml (html) - gv-zhs-20110326-8330.xml (html)

#benzhs
1মায়ানমার: ভূমিকম্পের ছবি বৃহস্পতিবার ২৪ মার্চ, ২০১১ তারিখ সন্ধ্যাবেলা মায়ানমারে ৬.缅甸:震灾照片
2৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে।3月24日晚间,芮氏规模6.
3পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড এবং বেশ খানিকটা দুরের দেশ ভিয়েতনাম এবং চীনেও এই ভূমিকম্পের কম্পন অনুভব করা হয়।
4এই ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছে এবং প্রায় ২৪০ টির বেশি ভবন এতে ধ্বংস হয়ে গেছে।
5থাইল্যান্ডের চিয়াং মাই এবং চিয়াং রাই এলাকাতেও প্রবল কম্পন অনুভব করা গেছে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে।8强震在缅甸东北部发生,邻近的泰国、越南及中国都感受到摇晃,光是在缅甸境内,地震至少造成70人死亡、超过240栋建筑物倒塌;泰国清迈及清莱两地亦录得明显震度。
6সংবাদ অনুসারে শুক্রবার, ২৫ মার্চের সকালে, তাচিলেক এলাকায় ৮০টি কফিন বিক্রি হয়েছে।
7পর্যবেক্ষকরা বলছে যে এই ভূমিকম্প, ২০০৮ সালের সাইক্লোন নার্গিস এবং ২০১০ সালের সাইক্লোন গিরির পর, বার্মায় আঘাত হানা তৃতীয় বৃহৎ প্রাকৃতিক বিপর্যয়।
8স্বাধীন সংবাদপত্র ইরাওয়াদ্দি থাইল্যান্ডের মায়ে সাই এলাকার এক বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করেছে।
9সানা হেরাল্ডে প্রকাশিত এক চিঠিতে জাই নোই এই ভূমিকম্প সেখানকার বাসিন্দাদের উপর কেমন প্রভাব ফেলেছে তার বর্ণনা প্রদান করছে।
10সেখানকার প্রিয় সকলে সারা রাত আমরা সতর্ক ছিলাম, সতর্ক থাকার প্রচেষ্টায় মাঝে মাঝে হালকা ঘুমে ঢুলে পড়ছিলাম।死伤人数可能继续升高,媒体报导,地震隔天早上,Tachilek地区便售出超过80个棺材,观察员表示,这是2008年Nargis气旋与2010年Giri气旋后,缅甸发生的第三大天灾。
11মোবাইল এবং ঘরের ফোন, কোনটাই ঠিকমত কাজ করছিল না। যতদুর জানা গেছে ঘরগুলোর কোন ক্ষতি হয়নি।独立媒体The Irrawaddy访问泰国Mae Sai地区居民;Jai Noi在Shan Herald刊登的来函中,描述地震对居民的冲击:
12সারা রাত আমরা ঘরের ভেতরে এবং বাইরে যাওয়া আসা করেছি।
13আমি মনে করি এই চিঠি জায়গা মত পৌঁছাতে সক্ষম হবে।各位,
14তালের নামক এলাকায় বেশ বড় অংশ ক্ষতি হয়েছে, এটি ৪০ কিলোমিটার উত্তরে এবং সেখানকার সেতুটি ধ্বংস হয়ে গিয়েছিল। শুনেছি শহরের বেশির ভাগ এলাকা তছনছ হয়ে গেছে এবং সেখানে একজন মাত্র ডাক্তার ছিল।我们整晚都提高警觉,除了有时打盹,都不敢睡觉,家用电话与手机线路都不通,房屋目前没有损伤,晚上有人待在屋内,有人留在室外,我希望能撑过这段时间, 北方约40公里处的Taler损失惨重,桥梁也毁损,听说城镇房舍泰半夷平,但只有一名医师;送往Tachileik的伤患太多,超过医院负荷,至少80 人死亡,细节尚无从得知,不过一定有财物损失,新闻报导,震央位于美塞(Maesai)以北59公里处的Merng Lain附近,至今仍有余震。
15সেখানে অন্তত ৮০ জন ব্যক্তি নিহত হয়েছে। এখনো বিস্তারিত সংবাদ জানা যায়নি।akm-kuntha上传照片,说明Tarchileik以北20英里处的Tarle地区路况灾情。
16সেখানকার যে বেশ ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করে বলা যায়।
17এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মারং লাইন নামক এলাকা, এটি মেসাই থেকে প্রায় ৫৯ কিলোমিটার দুরে অবস্থিত, সংবাদ যেমনটা বলছে।
18ভূমিকম্পের পরবর্তী পর্যায়ে যে কম্পন তৈরি হয়, তা এখনো অনুভূত হচ্ছে।
19ব্লগ আকম-কুণ্ঠা কিছু ছবি উঠিয়ে দিয়েছে যা দেখাচ্ছে তারলে নামক শহরের রাস্তার যে সব ক্ষতি হয়েছে সে সব দৃশ্য তুলে ধরছে, এই শহরটি তারচিলেইক নামক এলাকা থেকে ২০ মাইল দুরে অবস্থিত।
20ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা নামক সাইটিও ভূমিকম্পে বিপর্যয়ের ছবি উঠিয়ে দিয়েছে। টুইটারে ইয়াঙ্গুন শহর থেকে আসা কিছু প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল।Democratic Voice of Burma亦张贴震灾照片,以下是来自仰光(Yangon)地区部分Twitter讯息:
21@এজসিএমএমআর: : প্রিয় ভক্তরা: আমরা আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনারা ভূমিকম্পে নিরাপদ রয়েছেন , যদি আপনারা ২৫ মার্চ, ২০১১-এর রাত ৮.
22২৫ মিনিটের ভূমিকম্প অনুভব করে থাকেন। @মিনইয়োনথিত: উত্তর শান-এর তাচিলেইক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।@ascmmr:各位朋友,希望你们都没有受地震波及,不知道各位有没有感受到3月24日晚间8点25分的地震。
23(সেখানে প্রায় ১০০ জনের মত ব্যক্তি মারা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে।)@minnyoonthit:地震重创掸邦北部Tachileik地区,超过百人死亡,许多人受伤。
24@ব্লাকসুমো:: জঘন্য, সত্যি সত্যি ভূমিকম্পের ঘটনা ঘটেছে?@blacksumo:真的发生地震了吗?
25আমি মনে করেছিলাম আমার খালা বোধ হয় তা কল্পনা করেছিল….我还以为是亲戚的幻觉…