# | ben | zhs |
---|
1 | ফিলিপিন্সঃ বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিতর্ক | 菲律宾:离婚法案论辩 |
2 | প্রজনন স্বাস্থ্যসেবা আইন নিয়ে ওঠা তীব্র বিতর্কের ঠিক আগে, ফিলিপিনোরা আরো একবার একে অপরের সঙ্গে আরেকটি বিতর্কিত বিবেচিত আইন নিয়ে বিরোধে লিপ্ত হয়েছে: আইনটি হল বিবাহ বিচ্ছেদ আইন। | |
3 | কিছুদিন আগে মাল্টায় গণভোটে বিবাহবিচ্ছেদের পক্ষে রায়ের একটি খবর ফিলিপিন্সে এসে পৌঁছানোর পর বিবাহবিচ্ছেদ বৈধকরণ নিয়ে বিতর্ক শুরু হয়। | |
4 | দেশটি যেন মাল্টার পদক্ষেপে অনুসরণ করে এবং সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিক জাতির এই রাষ্ট্রে বিবাহবিচ্ছেদ-কে যেন বৈধ করে সে বিষয়ে দেশটির প্রগতিশীল গোষ্ঠী রাষ্ট্রকে দ্রুত এক সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহবান জানায়। | |
5 | বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্ক এখানে নতুন কিছু নয়, গত বছর এই বিষয় নিয়ে এ্যাটিএ্যাটওয়ার্ক-এর একটি বহুল আলোচিত আলোচনা এখানে দেখুন। | |
6 | মাল্টায় কিভাবে এই বিতর্কের নিষ্পত্তি করা হয়েছিল এবং কিভাবে গণভোট বিষয়টিকে উন্মোচিত করে, সে বিষয়ে ফিলিপিনো চিন্তাবিদগণ দারুণ এক সার সংকলন তৈরী করেছেন। | |
7 | এখানে আরও উল্লেখযোগ্য যে, এটি ফিলিপিন্স ও মাল্টার মধ্যে এই বিষয় সংক্রান্ত তুলনার খুঁটিনাটি তুলে ধরেছেঃ | 菲律宾民众先前还正在为生殖卫生法论辩不休,如今离婚法一案又引发社会议论。 |
8 | একটি সুখী পরিসমাপ্তি ছাড়াও, মাল্টার এই ঘটনার মধ্যে দিয়ে ফিলিপিন্সকে বিশ্বের একমাত্র বিবাহবিচ্ছেদ মুক্ত দেশে পরিণত হল। মাল্টার বিবাহবিচ্ছেদের গণভোটের কাহিনীর সাথে আমাদের প্রজনন স্বাস্থ্য (আর এইচ) নিয়ে ওঠা বিতর্কের মাঝে মিল রয়েছে: | 几天前,欧洲国家马尔他举行公投,决定为离婚立法,消息传至菲国,也带动社会各方讨论,部分立场较进步的团体主张,菲律宾应该效法马尔他,在这个天主教徒占绝大多数的国家里,正式将离婚纳入法律规范。 |
9 | উভয় রাষ্ট্র হচ্ছে ক্যাথলিকতাবাদের শেষ দূর্গ: ইউরোপের মাল্টা, এশিয়ার ফিলিপিন্স; উভয় রাষ্ট্র প্রধানত ক্যাথলিক ধর্মাবলম্বী: মাল্টায় ৯৫ %, ফিলিপিন্সে ৮০ % নাগরিক ক্যাথলিক; এবং উভয় রাষ্ট্রে প্রাথমিকভাবে প্রগতিশীল ক্যাথলিকদের এবং রক্ষণশীল বিশপদের মধ্যে যুদ্ধ বিরাজমান এবং উভয় ক্ষেত্রে, রক্ষণশীল বিশপেরা তাদের এক লাইনে রাখার জন্যে ভয়ের পসরা ব্যবহার করেন। | |
10 | বিবাহ বিচ্ছেদ, সম্পর্কের ইতি টানা এবং আইনগত ভাবে আলাদা হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য সম্বন্ধে দ্রুত জানার জন্য, লাইল আর. স্যান্টোস সাধারণ ভাষায় ধারনা দিচ্ছে। | 离婚话题在菲律宾其实并非首见,AttyatWork去年即曾为此整理各项重点。 |
11 | মাল্টার বিবাহবিচ্ছেদ অনুমোদনের সাথে সাথে বর্তমান বিশ্বে ফিলিপিন্স হল একমাত্র দেশ যেখানে বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ হয়েই রইল। | |
12 | ব্লু ডেলা কানলুরান এর মতে,শুধুমাত্র এই ঘটনার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ বিতর্ক নিয়ে আলোচনা ঠিক হবে না : | |
13 | যেমনটা আমি আগেই বলেছি আমার অবস্থান বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে, যদিও আমি একটি সার্বভৌম জাতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের উপর রুঢ় হব না -কারন তাঁদের অধিকার আছে দেশ এবং নিজেদের জন্যে সেরাটা বেছে নেওয়ার, এখানে মাল্টা যেমনটা প্রদর্শন করেছে। | |
14 | (দেখুন, এটি হচ্ছে চার্চ এবং রাষ্ট্রের পৃথকীকরণের একটি উদাহরন)। বিশ্বের একমাত্র বিবাহবিচ্ছেদহীন রাষ্ট্র ফিলিপিন্সের নাগরিকদের কলংকের বিষয়টিতে কি প্রভাব ফেলবে তা ভেবে আমি অবাক হচ্ছি। | Filipino Thinkers浓缩相关话题的历史轨迹,也记述马尔他此次公投如何演变,顺带比较菲律宾和马尔他异同之处: |
15 | কেবল গির্জার অনধিকার চর্চার কারণে নয়, উপরে উল্লেখিত নিন্দার কারণটিও এর সাথে যুক্ত হওয়ার কারনে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি ভবিষ্যতে শুধুমাত্র আরো কঠিন প্রাক- বিবাহবিচ্ছেদ- আইনই প্রণয়ন করবে (আইন কি ভাবে যুক্তি প্রদান করে বিষয়টি তা নয়।)। | |
16 | কোকয়, বিষয়টিকে প্রজনন স্বাস্থ্যের প্রায়-অনুমোদন এবং বর্তমানে বিবাহবিচ্ছেদ আইন ফিলিপিন্সের জন্য পুনরায় শুরু করা (Reboot) হিসেবে বিবেচনা করছেন, ফিলিপিন্স শক্তিশালী এক ধর্মীয় রাষ্ট্র থেকে ধর্মণিরপেক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে: | |
17 | যদি প্রজনন স্বাস্থ্য বিষয়টি যদি একটি আইনে পরিণত হয়,এবং এর পরেই যদি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি বিল তৈরী করা হয়? তাহলে তা ফিলিপিন্সে নতুন করে শুরু করার একটি ধারাবাহিকতার সৃষ্টি করবে। | 马尔他公投通过之后,菲律宾成为世上唯一未将公投立法的国家,但其实马国公投案与菲国生殖卫生论辩有其相似之处: |
18 | এটি ইঙ্গিত প্রদান করে যে জাতি ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভ্যাটিকানের আধিপত্য কমে আসছে। একজন ক্যাথলিক হিসেবে,আমার জন্যে, চার্চ আমাকে আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ প্রদানে সুযোগ করে দেয়। | 两国都是天主教精神最终堡垒,马尔他在欧洲,菲律宾在亚洲;两国天主教众都占绝大多数,马尔他比例为95%,菲律宾为80%;两场论战双方都是进步的天主教徒与保守的主教;主教都藉由恐惧左右人民和舆论。 |
19 | আমি চাই হিতোপদেশ ও দিকনির্দেশনা, যা আমাকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলে। সরকারের কি ভুল হচ্ছে তা বলার জন্য আমার চার্চের প্রয়োজন নেই। | 各位若想迅速瞭解离婚、取消婚约、合法分居的差异,Lyle R. |
20 | সর্বত্র ফিলিপিনোরা জানে যে জাতির সমস্যা কি। ইতিহাসে এখন এইসব ত্রুটি দুর করার সময়। | Santos已用白话文说明。 |
21 | আমার চার্চের প্রয়োজন যাতে সবসময় স্বামী দ্বারা নির্যাতিত দরিদ্র গৃহ পরিচারিকাকে নির্দেশনা দিতে পারি। | |
22 | আমি একটি চার্চ চাই যাতে পথশিশুদের পথ থেকে দূরে থাকতে এবং শিক্ষার দিকে নিয়ে যাবার ক্ষেত্রে তাদের আমি নির্দেশনা দিতে পারি। আমি চাই চার্চ জীবনের সাথে প্রাসঙ্গিক হয়ে উঠুক। | 马尔他允许离婚后,菲律宾成为全球唯一禁止离婚的国家,在Blue Dela Kanluran眼中,这不应是相关论辩唯一重点: |
23 | ড্রিমওয়াকার পুলকিত এই কারণে যে এই প্রস্তাবিত আইন তা যত বিভক্তি পূর্ণ এবং বিতর্কিত হোক না কেন, সমাজের মাঝে বিতর্কের স্ফুলিঙ্গ তৈরী করে, তা সকলকে জাতীয় বিষয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী করে তোলে। | |
24 | আমি ক্রমাগত অবাক হচ্ছি, মনে হচ্ছে যে তাদের দেশে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ফিলিপিনোদের আরও সচেতন মনে হচ্ছে এবং আমাদের প্রস্তাবিত ও বিদ্যমান উভয় আইনগুলো সম্বন্ধে আমরা জানতে আগ্রহী। | |
25 | আমার মতে,শুধুমাত্র এটি আরও ভালোর দিকে ধাবিত করে। মাজু একটি যৌক্তিক বিষয়কে সামনে নিয়ে এসেছে যে আমাদের আইনপ্রণেতাদের উচিত সূক্ষ্ম দৃষ্টিতে বিবাহবিচ্ছেদ আইনকে গ্রহণ করা: | 我先前已表明反对离婚,但我也不会羡慕任何主权国家自行决定未来,马尔他即为一例(这就是政教分离典范)。 |
26 | বিদ্যমান বিবাহবিচ্ছেদ আইনগুলো কতখানি ভাল অথবা খারাপ তা আমাদের বিবেচনায় আনা উচিত। | 我也不禁好奇,菲律宾如今成为世上唯一禁止离婚的国家,会产生什么样的污名? |
27 | উল্লেখ্য যে অনেক দেশে, বিশেষত যারা শরিয়াহ অনুযায়ী পরিচালিত হয় , সে সব দেশে নারী ও পুরুষের বিবাহবিচ্ছেদ-এর অধিকার এক নয়। সবশেষে,একজন আইনজীবী কনি ভেনেরাচিওন-এর একটি ভাল আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। | 未来离婚立法应该会更加困难,不只是因为教会干预,还包括上述污名影响(这不该是主张立法者抱持的理由)。 |
28 | এই আলোচনা সম্পর্কের ইতিটানা, ফিলিপিন্সের বিদ্যমান আইনের অধীনে আইনগত বিচ্ছেদ এবং কিভাবে বিবাহবিচ্ছেদ বর্তমান পারিবারিক কোডের জটিলতা নিরসন করতে পারে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। | |
29 | পরবর্তী কালে,যদিও এটি পরিষ্কার হয় যে অতি সামান্য বিচ্যুতি সত্বেও মানসিক অক্ষমতার কারণে অনুমতিপ্রাপ্ত বিচ্ছেদের ক্ষেত্রে, আইনের মাঝে বিশাল ফাঁক আছে। | |
30 | বাতিলকরণ অনেক ব্যয়সাপেক্ষ, যার আইনী প্রক্রিয়ার খরচ সংখ্যাগরিষ্ঠও ফিলিপিনোদের আর্থিক ক্ষমতার বাইরে। বস্তিতে বসবাসকারী ধোপানী, যারা মাতাল কর্মহীন স্বামীর দ্বারা শারীরিকভাবে নির্যাতিত,তাদের জন্যে এটি সামর্থের বাইরে। | Cocoy觉得,生殖卫生法案之前几乎闯关成功,现在又出现离婚法案,好像是在为菲律宾“重新开机”,从宗教国家迈向世俗国家: |
31 | উপরন্তু, কিছু করার প্রক্রিয়া ছিল অধিক সময়সাপেক্ষ ও বিরক্তিকর। ঘটনাচক্রে,বিবাহবিচ্ছেদ আইনজীবীরা পুনরায় শোরগোল শুরু করে। | 若生殖卫生法案能正式通过,接着离婚法案也过关,那将成为菲律宾真正重新开始的一大机会,代表国家正慢慢走向世俗,不再成为教廷的奴役。 |
32 | যেমনটা আশা করা হয়েছিলো,ক্যাথলিক চার্চ আরও কল্পনাপ্রবণ হচ্ছে বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে যুক্তি প্রদর্শনের জন্যে। এটি দুঃখজনক যে অধিকাংশ ফিলিপিনো তাঁদের বিয়েকে ধর্মীয় প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ভাবতে পারে না। | 身为天主教徒,我觉得教会应着重于精神层面,透过布道指引方向,让我变得更好,我不需要教会告诉我政府有何问题,菲律宾人人早已知道国家出了什么错,这是 我们拨乱反正的重大时刻。 |
33 | এটি আরও বেদনাদায়ক যে অধিকাংশ ফিলিপিনোরা নিজেদের বৈধভাবে বিবাহিত ভাবেন না,যতক্ষণ না তাঁরা চার্চে গিয়ে বিয়ে করেন। এটা খুবই দুঃখজনক। | 我需要教会协助总受丈夫殴打的可怜女佣,我需要教会带领街童离开街头、接受教育,我需要教会与生活有所关联。 |
34 | বিবাহবিচ্ছেদ আইন কি বিশেষ করে ফ্যামিলি কোডের একটি ত্রুটি হিসেবে দেখা দেবে? এটি নির্ভর করে যে আইন কি রূপে বিবাহবিচ্ছেদকে বৈধ হিসেবে অনুমতি দেবে এবং পদ্ধতিটি যথাযথ হবে কিনা তার উপর। | Dreamwalker乐见离婚法案出现,无论引发多少争议,都能刺激社会论辩,也鼓励大众参与国家论述: |
35 | অতীতে কোন কিছু প্রশমনের জন্য একটি আইন পাশ করা হয়েছে। কংগ্রেস একটি “বিবাহবিচ্ছেদ” আইন পাস করতে পারে যা এর ভিত্তিকে সংকীর্ণ এবং প্রক্রিয়াকে জটিল করে ফেলতে পারে যার ফলে তা বিবাহবিচ্ছেদের উদ্দেশ্যকে ব্যহত করবে। | 对于菲国民众逐渐意识到国家情况,以及人民不断寻求关于现有法律和法案的资讯,令我感到惊喜,我觉得这绝对有利无弊;任何问题总有反对者,至少人民开始愿意参与,一同塑造国家样貌。 |
36 | আপনি জানেন,এটা বলা যেতে পারে যে যে বিবাহবিচ্ছেদ আইন পাস করা হয়েছে। আমার সন্দেহ তা প্রগতিশীল এবং বিবাহবিচ্ছেদের আইনজীবীদের সন্তুষ্ট করতে সক্ষম হবে কিনা। | 缩图照片来自Flickr用户jekert gwapo,依据创用CC BY 2.0授权使用 |