Sentence alignment for gv-ben-20110113-14656.xml (html) - gv-zhs-20110119-7239.xml (html)

#benzhs
1বাংলাদেশ: শেয়ার বাজারের পতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছে孟加拉:股灾重创散户
2আজ (১০ জানুয়ারী,২০১১) বাংলাদেশের সবচেয়ে বড় দুটি শেয়ার বাজার একদিনের ইতিহাসে সর্বনিম্ন দরপতনের শিকার হয় এবং হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের সঞ্চিত আমানত হারায়।
3এই সংবাদটি বাংলাদেশের ব্লগার দ্রুত গ্রহণ করে এবং তারা তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে।孟加拉两大证券指数于1月10日历经史上单日最大跌幅,许多散户都因此没了积蓄,消息很快在博客圈传开,人们也表达自己的愤怒与哀伤。
4ঢাকার শেয়ার বাজার-এর সূচক达卡证券交易指数
5বিডিনিউজ২৪ব্লগ. কম-এর আইরিন সুলতানা লিখেছে:Irene Sultana在BDNews24.com Blog指出:
6সূচক নেমে যাচ্ছে। দ্রুত থেকে দ্রুততর।指数迅速重挫,每天速度愈来愈快,我们屡屡见证新记录,谁是幕后黑手?
7প্রতিদিন। পতনের রেকর্ড গড়ছে।谁造成这个结果?
8কার কারসাজি? কার ব্যর্থতা?谁短视近利?
9কার অদূরদর্শিতা? কার অপ-রাজনীতি?谁在背后操弄政治?
10পথে বসে যাওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের জমায়েত বেড়ে চলেছে রাজপথে। সরকার যুতসই কিছু বলছে না।街上满是破产的散户,政府没把话说清楚,未成立调查委员会瞭解个中原因,解决办法何在?
11তদন্ত কমিটি গঠন এবং ধ্বসের কারণ নির্ণয় হচ্ছে না। তাহলে সমাধান আসবে কী করে?Mamun M.
12২০১০ সালে বাংলাদেশের শেয়ার বাজার অস্বাভাবিক আকারে বেড়ে চলেছিল এবং বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসসিই) ঋণ প্রদানের পরিমাণের উপর শর্তারোপ করে, যা কিনা গত কয়েক মাসে বেশ কয়েকবার দ্রুত সূচক পতনের কারণ হয়ে দাঁড়ায়।
13নির্দিষ্ট পরিমাণ ঋণের অনুপাতের পরিমাণ বৃদ্ধি তারল্য সঙ্কটের সৃষ্টি করে, যা শেয়ার বাজারকে ক্ষতিগ্রস্ত করে।
14মামুন এম আজিজ তারল্য সঙ্কটের কারণের মূলে কি তা অনুসন্ধান করছে [বাংলা ভাষায়]
15ব্যাংকগুলোকে ব্রোকারেজ হাউস অবাধে খুলতে দেয়ায় বেশী লাভের আশায় ব্যাংকের অন্য খাতে টাকা নাকি শুনেছি সব শেয়ারে ইনভেস্ট করেছে।
16ফলত দ্রুত শেয়ারের ইনডেক্স হাই হয়েছে।Aziz深究市场流通危机:
17আবার বাংলাদেশ ব্যাংকের কিছু নির্দেশনায় টাকার প্রয়োজনে সেই সব শেয়ার বেঁচে টাকা উঠিয়ে নিয়েছে ব্যাংকগুলো। [..]
18ওদিকে ইউনিপেটু ইউ, ডেসটিনি এসব দ্রুত টাকা বৃদ্ধিকরণ কোম্পানীর নিয়ন্ত্রণহীন প্রলোভনে অনেকে টাকা শেয়ার মার্কেট হতে ওদিকে চলে গেছে দ্রুত।
19এর জন্য আনহার্ড ভয়েসে ব্লগের ঢাকাশহর এসইসি নামক প্রতিষ্ঠানকে দায়ী করছেন:
20গত কয়েক মাসে বিশেষ শর্তে বিনিয়োগকারীদের কাছে সমর্পিত হবার কারণে, বিশেষ করে যে মার্জিন প্রয়োজন তার প্রেক্ষাপটে, এসইসি এক শক্তিশালী নীতিনির্ধারক হিসেবে তার নিজস্ব গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এবং বাজারে, মূল্য সূচক বৃদ্ধিতে সাহায্য করে, যা বিনা কারণে এক সম্ভাব্য বুদবুদের সৃষ্টি করে, এমনকি এই ঘটনা যতটা প্রয়োজন তার চেয়ে বেশী বেদনার সৃষ্টি করে।
21কয়েকজন বিনিয়োগকারী হিংস্র হয়ে উঠে এবং তারা মতিঝিল বাণিজ্যিক এলাকায় হামলা চালায়।
22তারা এসইসির অফিসে ইঁট নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুর করে। তবে নিরাপত্তা রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।政府放任各银行开设新证券行,他们投入股市以换取更大利润,让指数一飞冲天,孟加拉央行发出指令后,银行便出脱持份,将资金撤回。[ …]
23পরে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, নরসিংদী এবং বগুড়ার মত শহরে একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই ঘটনার পর ঢাকা এবং চট্টগ্রামের শেয়ার বাজার এসইসি বন্ধ করে দেয়।另一方面,unipay2u、Destiny等传销公司诱惑散户将钱从股市拿回来,投入他们口中的快速获利方案。
24রেকর্ড পরিমাণ দর পতনের পর মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে শেয়ার মালিকরা বিক্ষোভ প্রদর্শন করে।
25ছবি এমহাসান। কপিরাইট ডোমেটিক্স-এর।Dhakashohor在Unheard Voice将过错归咎于证券交易委员会:
26ব্লগার চতুরঙ্গ, পুলিশ এবং ক্ষুব্ধ বিনিয়োগকারীদের মধ্যে যে খণ্ড যুদ্ধ অনুষ্ঠিত হয় তার কিছু ছবি পোস্ট করেছে।
27ঢাকাশহর এর সাথে যোগ করেছে যে বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত: আমি উপলব্ধি করতে পারি যে বিষয়টি বেশ শঙ্কার, যখন একদল উন্মত্ত মানুষ আপনার অফিসের সামনে এসে উপস্থিত হয়।我认为尤其在委托保证金方面,证交会过去几个月不断向投资人屈服,已毁坏了自身规范市场运作的威信,更助长市场杠杆作用,让股市泡沫化更令人心痛。
28আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাজির করিয়ে সরকার সঠিক কাজটি করেছে। বিনিয়োগের সিদ্ধান্তের দায়দায়িত্ব বিনিয়োগকারীদের নিতে হবে, আর হ্যাঁ, এই রকম দর পতনের বিষয়টি অবশ্যই বেদনায়দায়ক (আবার)।有些投资人更产生暴力倾向,包围Motijheel商业区,向证交会办公室丢掷石块,亦捣毁车辆,不过安全人员迅速反制掌控局势;类似抗议活动亦出现在Chittagong、Rajshahi、Comilla、Narsinghdi、Bogra等地,证交会随后宣布达卡(Dhaka)与吉大港(Chittagong)的证券交易休市。
29এসইসি একমাত্র এবং মূল সংগঠন নয় যে, সকল সময় জয়, জয়, কেবল জয় নিশ্চিত করতে পারবে। শামীমও এর দায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর প্রদান করেছেন [বাংলা ভাষায়]在股市暴跌后,投资人在达卡证交所前游行示威,照片来自MHasan,版权属于Demotix
30বেশির ভাগ বিনিয়োগকারীই হুজুগে চলে - যাদের মূলধন হল লোভ; বিনা পরিশ্রমে বড়লোক হওয়ার দিবাস্বপ্ন।
31আর এর সুযোগ নেয় ঘাঘু ঠকবাজরা।Choturanga张贴警方与愤怒投资人冲突的照片。
32লোভ করে নিজের কল্লা জবাই হওয়ার রিস্ক নিয়ে পেতে দিলে সেটা কাটা পড়তেই পারে। এজন্য কার ঘাড়ে দোষ চাপাবেন?Dhakashohor表示,投资人必须小心:
33যদিও এই তিনজনের সকলেই বিষয়টিকে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সরকারের মধ্যে জটিলতা হিসেবে দেখছে। তবে সামহোয়্যারইন নামক ব্লগিং প্লাটফর্মের ব্লগার সিস্টেম অর্থমন্ত্রীর অর্থহীন মন্তব্যের সমালোচনা করেছেন ।我明白若办公室前出现愤怒暴民,一定会很可怕,政府做了正确决定,派出执法单位,投资人必须为自已的决定负责,这样当然很痛苦,但证交会不应也不会扮演父亲角色,无法确保每个人进出股市都是赢赢赢。
34তার পোস্টের একজন মন্তব্যকারী কাঙ্গাল মুর্শিদ বলেছেন:Shamim也认为过错是在散户自己:
35যারা সত্যিই ফান্ডামেন্টাল দেখে শেয়ার কিনেছেন আমি মনে করি তাদের ধৈর্যধারন করা উচিত। মনে হচ্ছে এই দরপতন ইচ্ছাকৃত।多数散户依据冲动投资,而非理智,他们的资本是贪婪,他们梦想用最小力气致富,如果为了贪念,将自己的头挂上绞刑台,就得承担后果,这样得怪谁?
36এ'জন্যই গতকাল সকাল থেকে প্রচুর পুলিশ র‍্যাব মোতায়েন করা হয়েছিল। যদি আগে থেকে দরপতনের কথা জানা না থাকে তাহলে এত নিরাপত্তার যৌক্তিকতা কি?这一切似乎像是散户与政府间的争执,System在Somehwhereinblog批评财政部长发言不当,Kangal Murshid则在文末留言:
37মনে হচ্ছে সরকারের আশীর্বদপুস্ট কোন একটা কুচক্রী গোষ্ঠিকে কিছু ভাল শেয়ার কম দামে পাইয়ে দেয়ার জন্যই এমনটা করা হচ্ছে। লস যা হওয়ার ততো হয়েছেই এখন শেয়ার ছেড়ে দিলেতো আর সেই লস পুরোন হবে না।人们若是分析过公司基本数据后再投资,就必须保持耐心,我认为股价暴跌是刻意所致,故政府自昨天起便派遣安全人员进驻,若官方未 预见股市重挫,怎么会派出他们?
38তার চেয়ে মাটি কামড়ে পরে থাকেন - না খেয়ে মরে গেলেও শেয়ার ছাড়ব না - এ'ধরনের পন করেন। আশা করা যায় সেই সিন্ডিকেট শেয়ার কিনতে শুরু করলেই ভাল কোম্পানীগুলোর দাম বাড়তে শুরু করবে।这么做似乎是要让政府青睐的人士能在低点进场,人们已赔掉股票潜在价值,若在此刻脱手,也无法弥补损失,所以请保持耐性, 除非下一餐都已没着落,否则别急着抛售股票,我希望财团开始进场,至少绩优股能回到过去水准。
39ব্লগার হামিম বলছে:Hamim表示:
40শেয়ার মার্কেটে এই উর্ধ্যমুখী আস্ফালন যেমন সঠিক হয় নাই, তেমনি এত দ্রুত শেয়ার মার্কেটে সূচকের পতন কোন যুক্তিতেই বোধগম্য নয়। সরকার বা এসইসি/ডিএসসি তাদের অপরিপক্কতার প্রমান দিয়েছে।既然牛市是人们操作结果,股市惨跌亦不合理,政府与证交所都显得缺乏经验,涨势是他人刻意哄抬,跌势亦然,这种情况令人遗憾,干扰市场运作已重创国内工业发展。
41যেমন কারসাজি করে বাজার কে বাড়তে দেয়া হয়েছিল। ঠিক একই পর্যায়ে কারসাজি করে বাজার কে নিম্নমুখি করতে বাধ্য করা হলো, যা অনভিপ্রেত।此事会如何影响现任政府表现,投资人又将如何拾回对股市的信心,都仍待观察。
42বাজারকে বাধাগ্রস্থ করে দেশের শিল্পায়নকে বাধাগ্রস্থ করা হলো।校对:Soup
43এখন দেখার বিষয় এই ঘটনা কি ভাবে বর্তমান সরকারের কাজের মূল্যায়নের উপর প্রভাব বিস্তার করে এবং কি ভাবে বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজারের উপর তাদের আস্থা ফিরে পায়।