# | ben | zhs |
---|
1 | উন্মোচিত রেঙ্গুন নামক ফেসবুক পাতা “বার্মার গল্প বলছে, একজন একজন করে” | 「认识仰光」粉丝页:一次一张照片说缅甸故事 |
2 | আমি পুরোনো কাপড় সেলাই করে করে, আর আমার স্বামী রিকশা চালিয়ে যে আয় করি তা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। | 「我缝抹布赚钱,我先生开三轮车维生。 |
3 | আমি প্রতিদিন ২০০০ কিয়াট আয় করি, আমি পুরোনো কাপড় কিনি, সেগুলোকে ঠিকঠাক করি এবং সেগুলোকে বাজারে বিক্রি করি। | 我拿旧衣服修补後再卖掉,大概一天可以赚 2000 缅币。 |
4 | আমাদের তিনটি ছেলেমেয়ে আছে আর তাদের ভরণপোষণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। | 我们有三个孩子要养。 |
5 | দেখুন আজকের দিনে ২০০০ কিয়াট একটি পরিবারের প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়, যদিও উপেক্ষিত ওই সব রাজনীতিবিদেরা তা বলে থাকে। | 唉,单一个人每日生活开销就不只 2000 缅币了,根本不是那些无知政客所说的那样。」 |
6 | ছবি “উন্মোচিত রেঙ্গুন” নামক ফেসবুক পাতার সৌজন্যে | 经「认识仰光」粉丝页授权刊登。 |
7 | মায়ানমারের একদল কিশোর একটি ফেসবুক পাতা সৃষ্টি করেছে যার নাম দেওয়া হয়েছে “উন্মোচিত রেঙ্গুন” (রেঙ্গুন রিভেলড), যা দেশটির অন্যতম বড় শহর ইয়াঙ্গুন-এর সাধারণ নাগরিকের জীবনের প্রতি এক নিবিড় নজর প্রদান করেছে, যা এক সময় মায়ানমারের রাজধানী ছিল। মায়ানমার অতীতে বার্মা নামে পরিচিত ছিল অপরদিকে ইয়াঙ্গুনকে এক সময় রেঙ্গুন নামে ডাকা হত। | 一群缅甸的青少年为了让更多人能够深入了解仰光(缅甸旧首都)人民的日常生活,因而设立了这个Facebook粉丝页,名为「认识仰光」(Rangoon Revealed) 。 |
8 | থাউ হেতেত এবং জেউই পাইং হেতেতের উদ্যোগে তৈরী করা “উন্মোচিত রেঙ্গুন” ফেসবুক পাতা ইয়াঙ্গুনের বাসিন্দাদের ছবি তুলে ধরা ও তাদের জীবন সম্বন্ধে বিস্তারিত বর্ণনা প্রদানের মাধ্যমে “বার্মার গল্প বল, একজন একজন করে”-এই বিষয়টির উপর আলোকপাত করছে। | 当「缅甸」的英文从Burma改称为Myanmar的时候,也将「仰光」的英文由Rangoon改为Yangon。 |
9 | যখন গ্লোবাল ভয়েসেস ইয়াঙ্গুনের বাসিন্দা এই দুই কিশোরকে জিজ্ঞেস করে যে অনলাইন এই প্রকল্পের পেছনে কোন বিষয়টি তাদের ক্ষেত্রে উদ্দীপনা হিসেবে কাজ করেছে, তখন এই দুই কিশোর বলে যে তারা চায় তাদের পাঠকেরা সাধারণ বার্মিজ নাগরিকের জীবন ভালভাবে উপলব্ধি করুক। | 而这个由Thaw Htet和Zwe Paing Htet建立的「认识仰光」粉丝页,希望能够透过上传仰光当地居民的照片与简短自述,让他们来说他们自己的故事。 |
10 | এর সাথে তারা যোগ করেছে: | 全球之声访问这两位年轻人时,他们提到启动这个计画的动机是希望读者能够藉此更加了解缅甸人民的一般生活。 |
11 | আমরা, গরীব নাগরিক এবং যারা প্রতিদিনের জীবনে সংগ্রাম করে যাচ্ছে তাদের কণ্ঠস্বর ধারণ করতে চেয়েছি। | 他们补述: |
12 | এমন অনেক বিদেশী নাগরিক রয়েছেন যারা মনে করেন যে মায়ানমারের পরিস্থিতির দারুণ উন্নতি হয়েছে। | 我们想要将更多生活穷困人民的心声记录下来。 |
13 | কিন্তু তারা যে বিষয়টি উপলব্ধি করতে পারে না তা হচ্ছে এখানে কখনো কখনো এমনকি আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। | 许多外国人可能以为缅甸整体状况已经有了很大的改善,但是他们不知道并非全部如此,有些人的生活现在却变得更艰难。 |
14 | এর কিছু কিছু ছবি মায়ানমারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে যেমন নীচে প্রদর্শিত এক রিকশাওয়ালার ছবি : | 粉丝页里有一些照片在缅甸爆红,比如下面这张三轮车司机的照片: |
15 | ছবি “উন্মোচিত রেঙ্গুন” নামক ফেসবুক পাতার সৌজন্যে | 经「认识仰光」粉丝页授权刊登。 |
16 | ছবি প্রদর্শনের সাথে সাথে এর বিষয়বস্তু হিসেবে উঠে আসা ব্যক্তির বক্তব্য এখানে প্রদান করা হয়েছে: | 每张照片都有主角的自述: |
17 | আমার এক যমজ ভাই রয়েছে যে দেখতে হুবহু আমার মত কিন্তু খুব চালাক। | 我的双胞胎弟弟长得跟我一模一样,但是比我聪明。 |
18 | ক্লাশ নাইনে আমি তিনবার ফেল করি, আর আপনার দেখতে পাচ্ছেন এর ফলে এখন রিকশা চালাচ্ছি, আর পাশাপাশি আমি আমার ভাইকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। | 我重读了9年级3次,所以我决定要以骑三轮车赚钱来养我的弟弟。 |
19 | যখন আমি কঠোর পরিশ্রম করছি, তখন আমরা ভাই যতটা পারে ততটা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। | 我努力工作,而他负责用功念书。 |
20 | একাদশ শ্রেণীর পরীক্ষায় সে চারটি বিষয়ে সবার চেয়ে সেরা ফল অর্জন করেছে। | 他在11年级的考试中得到4项荣誉奖! |
21 | “উন্মোচিত রেঙ্গুন”-এর মাধ্যমে থাউ হেতেত আশা করছে যে রিকশাওয়ালারা অলস এই প্রচলিত ধারণা ভেঙ্গে ফেলা সম্ভব হবে,যেখানে বাস্তবতা হচ্ছে এই সমস্ত রিকশাওয়ালাদের অনেকে তাদের পরিবারকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করে থাকে। | Thaw Htet希望透过「认识仰光」粉丝页能够翻转三轮车司机都很懒惰的刻板印象,因为实际上他们都是很努力的工作养家。 |
22 | নীচে ইয়াঙ্গুনের কয়েকজন বাসিন্দার ছবি প্রদর্শন করা হল, যাদের জীবন কাহিনী ফেসবুকের পাতায় তুলে ধরা হয়েছে: | 以下是其他在「认识仰光」粉丝页中分享的仰光居民照片与故事: |
23 | আমার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে আর এটি এই দেশের প্রেক্ষাপটে একটা খারাপ ঘটনা। | 我已经离婚了,而「离婚」在这个国家是很负面的事情。 |
24 | এমনকি যদিও আমি আমার জীবন অতিবাহিত করার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করি, তারপরে লোকজন আমার নিন্দা করে। কখনো কখনো তারা আমাকে মোটে-সো-মা বলে ডাকে, এটা একটা নিন্দনীয় শব্দ যার মানে হচ্ছে “পুরুষ খেকো নারী”। | 就算我已经可以自给自足丶独立生活,其他人仍然批评我,有时候叫我「mote-soe-ma」,这是很具贬义的「女猎人」的意思。 |
25 | মনে হয় মেয়েদের যেন নিজের ইচ্ছে বলে কিছু নেই। | 好像这里的人都认为女人不应该有选择的权利。 |
26 | আপনার ছেলের সঙ্গে কাটানো আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি? | 跟你儿子在一起最快乐的时刻为何? |
27 | আমার এ রকম কোন আনন্দদায়ক মুহূর্ত নেই। যখন আমি তার পাশে থাকি, তখন আমার মন শান্তিতে ভরে যায়। | 我没有最快乐的时刻,因为只要跟我儿子在一起的每一刻都是最幸福的。 |
28 | যখন আমার কাছে অনেক ক্রেতা আসে তখন আমার মন আনন্দে ভরে যায়, কারণ যদি আমি বেশী বিক্রি করতে না পারি তাহলে আমার মালিক বকাবকি শুরু করে দেয়। | 客人多的时候我就会开心,不然我的老板会骂我业绩不好。 |
29 | কাজের সন্ধানে আমি মাগওয়া জেলার এক ছোট্ট শহর থেকে ইয়াঙ্গুনে এসে হাজির হয়েছি। | 我来自马圭省的一个小镇,到仰光来讨生活,我卖小点心赚的钱都是要养我在马圭省老家的父母。 |
30 | এখন আমি আমার পিতামাতার কাছ থেকে অনেক দূরে বাস করছি যাদেরকে খাবার বিক্রি করে আমি টাকা পাঠাই। | 我已经扛这些绳子有30年了。 |
31 | ৩০ বছর ধরে আমি এই রশি বয়ে বেড়াচ্ছি। | 看着缅甸的改变我发现教育是关键。 |
32 | আমি মায়ানমারকে বদলে যেতে দেখেছি আর এটাই আমি আবিষ্কার করেছি। শিক্ষা অর্জন খুব গুরুত্বপূর্ণ। | 你们这些年轻的孩子还有机会去学习,记得要勤奋向上,以後才不会吃苦,千万不要因小失大。 |
33 | হে শিশু তোমাদের শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। | 我的工作是清洗餐厅的餐巾和桌巾。 |
34 | এখন থেকে মন দিয়ে লেখাপড়া কর যাতে ভবিষ্যতে কষ্ট করতে না হয়। | 我想我唯一可以做的工作就是那些没有人要做的吧。 |
35 | জীবনে এরকম কোন বড় ভুল করোনা। | 什麽时候是你人生最快乐的时刻? |
36 | আমি খাবারের দোকানের লিনেন কাপড় (শণের তৈরী কাপড়) এবং টেবিলের আচ্ছাদন পরিষ্কার করি। | 当我太太怀第一胎的时候。 |
37 | আমার ধারণা আমি সে কাজটা করি যেটি আর অন্য কেউ করতে ইচ্ছুক নয়। | 那最伤心的时候呢? |
38 | জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত আসে কখন ঘরে? | 第一胎夭折的时候。 |
39 | যখন আপনার স্ত্রী সন্তান ধারণ করে সবচেয়ে বেদনার মুহূর্ত কোনটি বটে? যখন কোন শিশুর মৃত্যু ঘটে। | 译者:Bamboo Hsu 校对:Huang Ching-tung |