# | ben | zhs |
---|
1 | ইকুয়েডরঃ বারসেলোনায় ট্রেনে ইকুয়েডরের একটি অভিবাসী মেয়েকে আক্রমন | 厄瓜多尔:移民在西班牙遇袭 |
2 | একটি ১৬ বছরের ইকুয়েডরের অভিবাসি মেয়ে বারসেলোনার একটি ট্রেনে একা বসে ছিল যখন ফোনে কথা বলতে বলতে একজন স্পানিশ নাগরিক তার কাছে এসে তাকে বার বার আঘাত করে কোন কারন ছাড়া। | |
3 | ট্রেনের ভিতরের ক্যামেরায় এই দৃশ্য ধারন করা হয় আর এর ফলে ইকুয়েডর আর অন্যান্য জায়গার ব্লগারদের মধ্যে এটা নিয়ে বেশ আলোচিত হচ্ছে যার মধ্যে স্পেনে অভিবাসিদের মর্যাদা নিয়েও প্রশ্ন উঠেছে। | |
4 | কোবারটুরা ডিজিটাল ব্লগের ক্রিশ্চিয়ান এস্পিনোজা এই ছবি দেখে দু:খিত হয়েছেন কিন্তু তিনি এটাও বুঝেছেন যে ওই লোক সমগ্র স্পেনের প্রতিনিধি নয়: | |
5 | দেশে এই চিত্র দেখে আমরা রাগে চিৎকার করি কারন আমাদের মনে পড়ে যে কোন বিদেশী আমাদের দেশে আসলে আমরা তাদের কতো যত্ন নেই। | 西班牙巴塞隆纳一列火车上,一名16岁的厄瓜多尔移民女孩独自坐着,突然一名讲着电话的西班牙男子走上前,没来由地多次殴打她,列车上的摄影机拍下事发经过,内容不仅引来厄瓜多尔等各国博客一阵挞伐,也让人们思索移民在西班牙的地位。“ |
6 | অবশ্য স্পেন বা ইউরোপের সবাই সেরগেই (আক্রমনকারী) এর মতো না আর এই ঘটনার নিন্দা করে যে সব বানী মন্তব্যে দেয়া হয়েছিল তা থেকেই তা বোঝা যায়। | |
7 | কিন্তু আমার মনে হয় এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্যে তাদের আরও বেশী কিছু করা উচিত। | Cobertura Digital”博客的Christian Espinoza对此事感到难过,但也明白肇事者并不代表西班牙全体民众[ES]: |
8 | স্লাই নেশন ব্লগের আন্দ্রেজ নিকোলাস হিলিব্রান্ড, যিনি একজন স্প্যানিশ নাগরিক, এই আক্রমনের ভিডিও চিত্রের লিঙ্ক দিয়েছেন আর আক্রমনকারীকে তিরষ্কারও করেছেন: এই পৃথিবীতে কিছু লোক আছে যাদেরকে ছেড়ে দেয়া উচিত নয়। | 我们在家看到这段影片,不禁愤怒而流泪,每当外国人来到厄瓜多尔,我们每个人都善待他们,当然不是所有欧洲人或西班牙都像那名行凶者,西班牙当地媒体与民众也一致谴责,在Vanguardia.es网站上,便有超过900篇留言抨击这起事件,但我们希望西班牙社会能更进一步有所作为,而不是轻易遗忘此事。 |
9 | এটা হতে পারে না যে একজন প্রাপ্ত বয়স্ক লোক একটি অল্পবয়সী মেয়েকে মেরেছে কারন তার মারতে ইচ্ছা করলো, বা তাকে দেখতে তার ভালো লাগলো না, বা সে বিদেশী। এই ধরনের ঘটনা দেখলে আমার ঘৃণা হয়। | “狡猾国家”博客的西班牙民众Andrej Nicolás Hillebrand除了提供影片连结,同样批评该名凶手[ES]: |
10 | আমার ঘৃণা লাগে এটা চিন্তা করতে যে একটা মেয়েকে একজনের আঘাত সহ্য করতে হবে কারন ওই জ্ঞানশূন্য লোকটির মনে হয়েছিল যে একটা বিদেশীকে আঘাত করার অধিকার তার আছে। আমার মনে হয় ওই মেয়েটার এদেশে থাকার অধিকার অনেক বেশি ওই লোকটির থেকে যে একটি মেয়েকে মারা পুরুষত্বের কাজ বলে মনে করে। | 在这世上有些民众,我们绝不能轻易放过他们,这样一名成年男子,不能因为心之所欲,不能因为不喜欢女子的样貌,不能因为她是个外国人,就随便挥拳动粗,这种事令我作恶,我无法想像这名男子竟自认有权攻击与污辱外籍人士,看到女孩遭殴打令我痛心,相对于这名男子欺负可怜女孩以展现男子气慨,这个女孩才有资格活在这里,那名男子根本没有资格。 |
11 | তার এদেশে থাকা উচিত নয়। ভিডিওতে দেখা যায় আর একজন যাত্রী অন্য দিকে তাকিয়ে আছে আর এই বিনা কারনে আক্রমনের কোন প্রতিবাদ করছে না। | 在影片中,眼见突如其来的攻击行为,另一名乘客却别过头去,未出手制止,这种冷漠令Gabby Corsales感到不解[ES]: |
12 | এই লোকের দাঁড়িয়ে থাকা দেখে গ্যাবী কোরসালেস দ্বিধান্বিত হয়ে পড়েছেন: এটি বিষ্ময়কর যে এই ধরনের পরিস্থিতে আমরা কিছু করি না। | 我不敢相信在这种情况下,居然有人无动于衷,车厢里还有另一个人,他原本能够帮助小女孩,但正如许多人所说,他可能是吓坏了,所以没有伸出援手,光是要行凶者道歉还不够,我们必须用激烈的惩罚方式,才能抑制种族主义或仇外行为在西班牙与其他国家发生。 |
13 | মেট্রোতে আর একটা লোক ছিল যে ওই মেয়েটিকে সাহায্য করতে পারতো। কিন্তু অনেকে বলছে যে সে হয়ত ভয় পেয়েছিল। | 除了博客快速回应,厄瓜多尔总统柯雷亚(Rafael Correa)也有所反应,但Cambiemos Ecuador并不相信总统对小女孩的关心[ES]: |
14 | আক্রমনকারীর ক্ষমা ভিক্ষা যথেষ্ট না। | |
15 | এই ধরনের জাতি বিদ্বেষী লোকদের যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। ব্লগাররা দ্রুতই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যেমন জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল করিয়া। | 几天前在西班牙,一名西班牙懦夫攻击我们的同胞,她到当地只想要更好的生活,希望安稳地工作,我国总统出面承诺小女孩及其家人,还出言威胁西班牙政府,总统很勇敢,演得几乎像是真心诚意,如果还能流下眼泪,就能提名奥斯卡奖了。 |
16 | ক্যাম্বিমোস ইকুয়েডর ব্লগ প্রেসিডেন্টের সহানুভুতিতে অবশ্য বিশ্বাস করে না। | 移民在西班牙的景况时常成为博客讨论话题,“Autentico Ecuatoriano”博客的Uhr认为,多数同胞都在当地寻找机会[ES],应该要团结地站在一起: |
17 | কয়েকদিন আগে স্পেনে একজন স্পানিশ নাগরিক একজন ইকুয়েডেরিয়ান মেয়েকে ভীতুর মতো আক্রমন করেছে, যার একমাত্র অপরাধ সেখানে শান্তিতে কাজ করা আর একটা ভালো জীবনের জন্য সেদেশে যাওয়া। | |
18 | আমাদের প্রেসিডেন্ট এই মেয়েটাকে আর তার পরিবারকে বাচানোর জন্য ছুটে গিয়েছেন এবং কিছু আশ্বাস দিয়েছেন যার মধ্যে স্পানিশ সরকারকে ভয় দেখানোর কথাও আছে। | |
19 | আমাদের নেতা বেশ সাহসী, তার আচরন প্রায় বিশ্বাসযোগ্য ছিল, শুধু চোখের পানির অভাব ছিল, তাহলে তাকে অস্কার এ মনোনয়ন করা যেত। | |
20 | স্পেনে অভিবাসিদের দুর্দশা প্রায়শই ব্লগারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে থাকে। | 无论是西班牙人或厄瓜多尔人,只要他们懂得与周遭人们和平共处,努力工作与负责任,能够相互尊重,不会作出困厄生活下的野蛮行为,我都愿意与他们站在一起。 |
21 | অতেন্টিকো ইকুয়াটোরিয়ানো ব্লগের উহরের মতো কয়েকজন মনে করে যে তার দেশের বেশীরভাগ লোক ওখানে ভালো সুযোগের জন্য যায়। তারা এই নির্যাতিতদের সাথে সংহতি প্রকাশ করেঃ | 另一篇文章中,Uhr恳求在西班牙的厄瓜多尔同胞,尊重西班牙当地的习俗[ES],不要让部分西班牙人觉得歧视厄瓜多尔人理所当然。 |
22 | আমি তাদের সাথে আছি (স্পানিশ বা ইকুয়েডেরিয়ান) যারা জানে কি করে শান্তিতে থাকতে হয়, যারা কঠোর পরিশ্রমী আর নির্ভরশীল, যারা জানে কি করে সম্মানিত হতে হয় আর সম্মান দেখাতে হয় আর যারা হিংসাত্মক আচরন করে না যার মাধ্যমে বোঝানো হয় যে আমরা কি ধরনের পরিস্থিতিতে থাকি। | |
23 | আর একটি লেখায় উহর তার সাথী ইকুয়েডেরিয়ানদের অনুরোধ করেছে তাদের নতুন অভিবাসী দেশের নিয়ম মেনে চলতে এবং তারা যাতে সংখ্যালঘুর আচরনকে আমলে না নেয়। | |