# | ben | zhs |
---|
1 | আ্যান্গোলা: জাতীয় বিমান পরিবহণ সংস্থার নাম ইইউ এর কালো তালিকা থেকে বাদ | 安哥拉:国籍航空脱离欧盟黑名单 |
2 | Photo by kaysha, published under a Creative Commons licenseAfter | 照片来自Flickr用户kaysha,依据创用CC授权使用 |
3 | ইউরোপীয় কমিশনের ঘোষণা অনুসারে টিএএজি বিমান যাত্রা শুরু করতে পারে, কিন্তু “কেবল তা কয়েকটি বিশেষ কোম্পানীর বিমান নিয়ে এবং কয়েকটি কঠিন শর্ত সাপেক্ষে”। | |
4 | যার মানে অ্যান্গোলার জাতীয় বিমান সংস্থা এখনো ইউরোপের অন্য দেশে ওড়ার জন্য সবুজ সংকেত পায় নি, যেমন ফ্রান্সে। ইউরোপীয়ান ট্রান্সপোর্ট কমিশনার এন্তোনিও তাজানির সিদ্ধান্ত অনুসারে টিএএজি এখনো ইইউ এর কালো তালিকা ভুক্ত। | 历经两年,安哥拉航空终于以一架波音777-200ER客机,于2009年8月1日再度开航葡萄牙里斯本(Lisbon),欧洲委员会解除对该公司的禁令后,让人对这家安哥拉国籍航空改善财务状况重启希望,该公司之所以能再度飞往葡萄牙,都是与南非航空结盟之赐。 |
5 | কিন্তু ইউরোপীয়ান কমিশন “চিহ্নিত করেছে, আ্যান্গোলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উন্নতি করছে এবং যা টিএএজি ধারাবাহিক ভাবে এবং নিরাপদ উপায়ে তাদের বিমান উড্ডয়ন সমস্যা সমাধান করেছে”। | |
6 | ২০০৭ সালে, বিমান পরিচালনায় নিরাপত্তার অভাবের কারনে টিএএজিকে ইউরোপীয়ান বিমান উড্ডয়ন সংস্থা কালো তালিকা ভুক্ত করে। | 欧盟委员会的声明稿中强调,安哥拉航空能够复航,但「仅限特定机型,也必须遵守严格条件」,这代表该公司尚无法飞往法国等其他欧洲国家。 |
7 | তার আগে টিএএজির বিমান সপ্তাহে ছয়বার লূয়ান্ডা ও লিসবনের মধ্যে যাতায়াত করত এবং সপ্তাহে একবার প্যারিস যাওয়া আসা করত। | 欧盟运输代表António Tajani指出,安哥拉航空仍在欧盟黑名单上,不过欧洲委员会「认可」安哥拉「民航单位与该公司的努力,希望逐步安全地解决问题」。 |
8 | পলুলু ব্লগের ইউজেনিও কস্টা আলমেইদা এই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানাচ্ছেন: অবশেষে, দুই বছর পর টিএএজি ইউরোপের আকাশে উড়তে সক্ষম হল, যদিও তা শর্তসাপেক্ষে। | 安哥拉航空因营运安全因素,于2007年7月列入欧盟飞航黑名单中,原本该公司每周有六班飞机往来首都罗安达(Luanda)及里斯本,每周亦有航班前往法国首都巴黎(Paris)。 |
9 | আজ ঘোষিত [১৪ জুলাই] ইউরোপীয়ান কমিশনের এক বিবৃতি অনুসারে অ্যান্গোলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের “উন্নতি” চিহ্নিত করা গেছে এবং “টিএএজি ক্রমাগত তার নিরাপত্তা ঘাটতি কমিয়ে আনছে”, ইইউ কালো তালিকা থেকে কোম্পানীর নাম [যার প্রতীক, কালো সাবাল এন্টিলোপ বা হরিণ] সরিয়ে ফেলেছে এবং ইউরোপীয় দেশ সমুহে কিছু সময়ের জন্য বিমান উড্ডয়নের সুযোগ দিয়েছে- তারা পর্যবেক্ষণ করবে এর প্রয়োগ। | |
10 | যে সমস্ত গন্তব্যে যাত্রা করার অনুমোদন দেওয়া হয়েছে তা হল পর্তুগালের রাজধানী লিসবন। | Pululu Blog的Eugénio Costa Almeida对此事认为: |
11 | সেখানে টিএএজি লুয়ান্ডা থেকে প্রতি সপ্তাহে দশটি ফ্লাইট পরিচালনা করবে। তবে অ্যান্গোলার মধ্যে থেকে বা হতে যে সমস্ত বিমান সংস্থা রেজিস্ট্রি করেছে তাদের এখনো ইউরোপে বিমান যাত্রা পরিচালনা করা নিষেধ। | 大约两年后,虽然仍有限制,安哥拉航空终于能再度飞进欧洲领空,根据欧盟于7月14日的声明,欧洲委员会「认可」安哥拉民航单位及该公司所做的「努力」,「逐渐改善任何安全缺陷」,让象征该公司的大黑马羚脱 离黑名单,能够再度航向欧洲国家,以观察各项措施具体落实情况。 |
12 | এ ছাড়াও এ ধরনের বিমান, যেমন বোয়িং বি-৭৭৭, যা ডি২-টিইডি হিসেবে নিবন্ধন করেছে, টিইই-ডি২ এবং ডি-টিইএফ, মনে হচ্ছে ইউরোপের আকাশে প্রবেশ তাদের জন্য নিষিদ্ধ, যতক্ষণ না কোন যৌক্তিক কারণ থাকে। আমার কাছে মনে হচ্ছে বিমান কেনার পরিকল্পনার উপর এখানে কোন বিশেষ সম্প্রদায়ের কর আদায়ের বিষয় রয়েছে। | 目前许可的航点为葡萄牙首都里斯本,安哥拉航空每周将有10个班次从首都罗安达起飞,不过 其他设籍安哥拉的航空公司仍不得飞往欧洲;除此之外,包括波音B-777型、D2-TED、TEE-D2、D2-TEF等机型似乎都禁飞欧洲,除非欧盟能 提出合理原因,否则我觉得好像有「特定社群压力」,建议购买空中巴士公司的飞机,不过该公司的机型最近空难频传… |
13 | কিন্তু এই কোম্পানী সম্প্রতি সংঘটিত হওয়া দুর্ঘটনায় যুক্ত থাকার কারণে….. | |
14 | এরোগ্রামা ব্লগের [পর্তুগীজ ভাষায়] আফন্সো লয়রিয়েরও- এই সংবাদ সম্বন্ধে লিখেছেন, যে ভাবে অ্যান্গোলা এই বিষয়টি বোঝাপড়া করেছে তিনি তার সমালোচনা করেছেন: | |
15 | “আ্যান্গোলার জাতীয় পতকা বহনকারী উড়োজাহাজ ও ইউরোপীয় কমিশনের মধ্যে যে বিবাদ তা সকলের পরিচিত। আ্যান্গোলা উগ্র সমালোচনা সহ্য করেছে। | Aerograma[葡文]博客的Afonso Loureiro也提及复航,并批判安哥拉处理此事的方式: |
16 | আশা করা যায় আ্যান্গোলার বাস্তবতায় আর্ন্তজাতিক আইন প্রয়োগ করা তার বিপরীত কোন কাজ নয়। এতে টিএএজির প্রশংসাপত্র পাবার ব্যাপারটি আরো জটিল করে তুলবে। | 众人皆知安哥拉国籍航空与欧洲政府的磨擦,安哥拉的傲慢面临批评,竟希望国际法能配合安哥拉,而非由该国配合国际法,这只 会阻碍 安哥拉航空重新获得飞航欧洲的机会,外籍人士或许认为安哥拉遭到误解或扭曲,但我不愿这么说,以免他人觉得这是安哥拉一名外国白人在发梦;我比较希望为安 哥拉人民表达对该公司的看法,他们也明白该公司运作确实有些混乱无秩序。 |
17 | একই সাথে ইউরোপে আবার তার যাত্রাকে জটিল করে তুলবে। | 欧盟航空公司黑名单请见以下新闻稿:「欧洲委员会更新禁飞欧洲之航空公司名单」。 |
18 | আ্যান্গোলায় বাস করা যে কোন বিদেশী বলবে যে, আ্যান্গোলা বিষয়টি ভুল বুঝবে এবং বিকৃত করবে। আমি কিছুই বলছি না। | 校对:Soup |
19 | ভয় ছাড়া যা কিছু্ই পড়া ও অনুবাদ করা হচ্ছে, তা আ্যান্গোলার একজন সাদা চামড়ার মানুষের স্বপ্ন। | |
20 | আসলে আমি টিএএজির আবস্থা বিবেচনা করে আ্যান্গোলার জনগণের মুখপাত্র হতে পছন্দ করি। | |
21 | তারা ধরতে পেরেছে যে এখানে বেশ অসংগঠিত কিছু বিষয় রয়েছে এবং অনানুষ্ঠানিকতা রয়েছে, যে ভাবে কোম্পানীটি চলছে সেই বিষয়ে”। | |
22 | ইউরোপে কালো তালিকাভুক্ত সকল বিমান পরিবহণের নাম দেখার জন্য নিচের প্রেস রিলিজ বা প্রকাশিত সংবাদ তালিকাটি দেখুন: ইউরোপীয়ান এয়ারস্পেস কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এয়ারলাইন্সের নতুন তালিকা কমিশন যোগ করেছে। | |