Sentence alignment for gv-ben-20090627-3901.xml (html) - gv-zhs-20090624-3057.xml (html)

#benzhs
1ইরানের ‘ টুইটার বিপ্লবের’ বিড়ম্বনা伊朗推特革命的矛盾
2আমি পূর্বে ২০০৯ সালের ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় সামাজিক প্রযুক্তি ব্যবহারের বাপারে লিখেছিলাম।我之前寫過關於2009年伊朗總統選舉活動如何應用社交技術的文章。 現在,穆沙維的支持者對艾哈邁迪內賈德的壓倒性勝利發出爭議。(
3বর্তমানে, মির হুসেন মুসাভির সমর্থকরা বিরোধীতা করছেন মাহমুদ আহমাদিনেজাদের নির্বাচনে বিশাল জয়ের প্রক্রিয়ার বিপক্ষে (গ্লোবাল ভয়েসেস এ হামিদ তেহরানী)।請看Hamid Tehrani在全球之聲上的報導)(中文簡體、繁體) 許多觀察者稱這次抗爭是「Facebook/推特抗爭」,宣稱這些社交媒體工具在組織抗爭活動上發揮了關鍵性作用。(
4অনেক পর্যবেক্ষক এই বিক্ষোভকে ‘ফেসবুক/টুইটার প্রতিবাদ' নাম দিয়েছেন এই দাবী করে যে সামাজিক মিডিয়া প্রযুক্তি এই বিক্ষোভ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে (ক্লে শার্কি টেড ব্লগে, লেভ গ্লসম্যান টাইম এ, মার্ক আম্বিন্দার দ্যা আটলান্টিকে)।見Clay Shirky在TED的部落格,Lev Glossman 在時代雜誌網站,Mark Ambinder在亞特蘭大雜誌上的評論)#IranElection(伊朗選舉)的推特Feed這整個星期以來的確超級活躍。(
5#ইরাননির্বাচন টুইটার ফিড আসলেই অতি ব্যস্ত ছিল পুরো সপ্তাহ (বেন পার ম্যশেবলে)।見Ben Parr在Mashable上的報導)
6বিভিন্ন সামাজিক নেটওযার্কিং সাইট যেমন টুইটার, ফেসবুক আর ডিলিশিয়াসকেও ব্যবহার করা হয়েছে ইরান সরকার আর আহমাদিনেজাদপন্থী ওয়েবসাইটের প্রতি ডিডস আক্রমণের প্ররোচণায়, যার মধ্যে আছে আহমাদিনেজাদ.社交網站像是推特、Facebook、跟Delicious美味書籤也被用來組織針對政府以及支持艾哈邁迪內賈德網站的DDOS攻擊行動,像是Ahmadinejad.ir(見Noah Shachtman在Wired網路雜誌上的報導)。
7看來美國部落客也在推動這些DDOS攻擊(見Nancy Scola在TechPresident上的報導)而華盛頓的某家政治公司實際參與了這些行動,儘管帶著一種誤導(而且非法)的數位行動企圖。(
8আইআর (নোয়া শাখ্টমান ওয়াইয়ার্ডে)।見Evgeny Morozov在外交政策網站的說明)
9মনে হচ্ছে আমেরিকার কিছু ব্লগারও এই সব ডিডস আক্রমণকে সমর্থন করছেন (টেকপ্রেসিডেন্টে ন্যান্সি স্কোলা) আর ডিসিতে অবস্থিত রাজনৈতিক একটা ফার্ম আসলে তাদের সাথে অংশগ্রহণ করছে, একটা পথভ্রষ্ট (আর বেআইনি) ডিজিটাল এক্টিভিজম ক্যাম্পেইনে (ইভগেনি মরোজোভ ফরেন পলিসিতে)।部份艾哈邁迪內賈德的支持者也在應用部落格跟推特來解釋為什麼他們堅信總統是合法勝出。( 見Hamid Tehrani在全球之聲上的報導)
10কিছু আহমাদিনেজাদ সমর্থকরাও ব্লগ আর টুইটার ব্যবহার করছেন এটা ব্যাখ্যা করতে যে কেন তারা বিশ্বাস করেন যে তিনি সঠিকভাবেই জিতেছেন (গ্লোবাল ভয়েসেস এ হামিদ তেহরানী)।為了壓制抗爭,伊朗政府已經封鎖了許多社交網站,像是推特、Facebook、跟Youtube,以及其他許多國際新聞網站。(
11প্রতিবাদ কমানোর প্রচেষ্টায়, ইরান সরকার বেশ কয়েকটা সামাজিক নেটওযার্কিং ওয়েবসাইট ব্লক করেছেন যেমন টুইটার, ফেসবুক আর ইউটিউব, আর আছে কিছু আন্তর্জাতিক সংবাদের ওয়েবসাইট (রিচার্ড সামব্রুক বিবিসিতে, এসোসিয়েটেড প্রেস)।見Richard Sambrook在BBC與AP美聯社的報導) 另一方面,美國國務院據稱「要求推特在這個關鍵時刻延遲已計劃好的週期性系統維護」。(
12অন্যদিকে, শোনা যাচ্ছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ‘টুইটারকে অনুরোধ করেছে' এই ক্রান্তিলগ্নে সময়ে সময়ে আগে থেকে ঠিক করা ওয়েবসাইট মেরামত করা থেকে বিরত থাকতে” (এলিসা লাবোত সিএনএনে, টেকপ্রেসিডেন্টে ন্যান্সি স্কোলা)।見Elise Labott在CNN的報導,以及Nancy Scola在TechPresident的報導)
13নির্বাচনোত্তর ইরানে টুইটার বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে: বিক্ষোভ ঠিক করতে, প্রতিবাদস্থল থেকে প্রাথমিক তথ্য জানাতে, আন্তর্জাতিক দৃষ্টি বিক্ষোভের দিকে ফেরানোর জন্য আর আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরের দিক পরিবর্তনের জন্য।推特在選舉後的伊朗被應用在許多方面:組織抗爭、傳播第一手現場報導,聚焦國際對這起抗爭的注意力,改變國際新聞組織的新聞重點。
14ইরানের নির্বাচনের ঝামেলা যখন শেষ হবে, আমরা দেখবো যে মিডিয়ার হাতিয়ার হিসাবে টুইটার বেশী কার্যকর ছিল গঠণতান্ত্রিক হাতিয়ার হিসাবে না।當伊朗選舉危機揚起的沙塵盡落,我們會發現推特作為媒體比作為組織工具更有用,我們也會發現推特沒有真的改變伊朗人民組織的抗爭,但確實在引起國際社群以及媒體對抗爭的關注這層面扮演了一個極為重要的角色。(
15আমরা দেখবো যে বিক্ষোভ গঠনে টুইটারে খুব বড় পরির্বতন আনতে পারেনি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিক সমাজকে বিক্ষোভে সম্পৃক্ত করতে আর মিডিয়ার দৃষ্টি বিক্ষোভের দিকে ঘোরাতে (দেখুন ‌ইভগেনি মরোজোভ ফরেন পলিসিতে, ড্যানিয়াল টার্ডিম্যান সি নেটে আর মার্শাল কার্কপ্যাট্রিক আরডাব্লুডাব্লু তে #সিএনএনফেইল এ)।見Evgeny Morozov在外交政策網站上,Daniel Terdiman在CNet,以及Marshall Kirkpatrick在讀寫網RWW上談論#CNNFail失敗CNN的報導)
16আসলে ইরানে ১০০০০ এর কম টুইটার ব্যবহারকারী আছেন (সাইসোমোস বিজনেস ঊইক থেকে) আর তাদের মধ্য থেকে ১০০ জনের কম মনে হয় তা ব্যবহার করছেন।事實上,伊朗的推特使用者少於一萬人(見Sysomos在BusinessWeek上 的說法),並且其中只有不到一百個帳號是活躍的。
17এতো কম সংখ্যা দেখে, এটা খুবই আশ্চর্যজনক যে তাদের টুইট এমন প্রভাব সৃষ্টি করতে পারবে, রিটুইট ইত্যাদি প্রক্রিয়ার গুণাত্মক প্রভাব বিবেচনা করেও।以如此低的數字來看,他們的推訊能夠透過retweet等方式引起這般無限增殖的影響力的確讓人震 驚。(
18(আজকের হিসাবে ইরানে টুইট ব্যবহারকারীর সংখ্যা কৃত্রিমভাবে বেশী হতে পারে একটা ভ্রান্ত প্রচারণার কারনে যেখানে মানুষকে অনুরোধ করা হয় তাদের টুইটার অ্যাকাউন্টের অবস্থান পরিবর্তন করতে তেহরানে যাতে ইরানী সরকারের পক্ষে কঠিন হয় অভিবাসনকারীদের খুঁজে পাওয়া)現在的伊朗推特使用者帳號可能比之前來得高,因為有個活動故意誤導,要大家把他們推特所在地改成德黑蘭,以免伊朗政府輕易找到異議份子。) 然而,伊朗當地的組織行動或許還是透過手機跟線下網路進行,也就是之前用來動員穆沙維支持者投票的工具。
19তবে ইরানে হতে থাকা সমাবেশ হয়তোবা মোবাইল ফোন আর অফলাইন নেটওয়ার্ক দিয়ে হচ্ছে, একই নেটওয়ার্ক যা এর আগে ব্যবহার করা হয়েছিল মুসাভির সমর্থকদের বের করে এনে তার জন্য ভোট দিতে উদ্বুদ্ধ করতে।把伊朗的抗爭稱為「推特革命」,不只是混淆視聽,更是危險的,因為這降低了在地基礎深厚的草根行動的正當性,並迅速變成了陳腔濫調,因為摩爾多瓦已經用過了。
20ইরানের বিক্ষোভকে ‘টুইটার বিক্ষোভ' নাম দেয়া শুধুমাত্র যে দৃষ্টিক্ষেপন তাই না বিপদজনকও কারন এটা একটা তৃণমূল পর্যায়ের বিস্তৃত প্রচেষ্টাকে সংকুচিত করে আনছে একটা সস্তা জিনিষে, মলডোভার পরে। ডিজিএক্টিভ.DigiActive.org的Mary Joyce使用我的4Cs社交媒體框架來評價這次行動,並表示「這次行動達到了內容創造以及在共同行動上協同合作兩點,但是能否在伊朗選舉議題從頭條新聞上消失之後繼續創造社群來延續長時間的行動呢?」
21অর্গ এর মেরী জয়েস আমার ৪সিজ সামাজিক মিডিয়া কাঠামো ব্যবহার করেন এই প্রচারনার মূল্যায়ন করতে আর বলেছেন: “এই প্রচারণা বিষয়বস্তু সৃষ্টি আর সম্মিলিত কাজে একাত্মতা পেয়েছে, কিন্তু এটা কি সমর্থ হবে একটা গোষ্ঠী তৈরি করতে যা দীর্ঘ মেয়াদী প্রতিবাদ কর্মসূচী সহ্য করতে পারবে একবার যখন ইরানী নির্বাচন শিরোনাম থেকে সরে যাবে তখন?”Evgeny Morozov也跟我有同樣的懷疑,針對「把推特稱為重要且有效的組織抗爭工具」,並且認為推特頂多「是讓暴力或已經計劃好的抗爭跟遊行活動公開化」。
22ইভগেনি মরোজভ টুইটার যে বিক্ষোভ সংগঠন করতে ভূমিকা রেখেছে এই দাবীর ব্যাপারে আমার সংশয় সমর্থন করেন আর মনে করেন যে এটা আসলে বেশী ভূমিকা রেখেছে ‘সংঘর্ষ বা এরই মধ্যে পরিকল্পিত বিক্ষোভ আর র‌্যালীর প্রচার করতে'।TechPresident的Nancy Scola同意「如同我們在摩爾多瓦看過的,『推特革命』的概念並不總是伴隨著事實證據,也不至於缺乏這個工具,起義就不會發生。」
23টেকপ্রেসিডেন্ট এর ন্যান্সি স্কোলা একমত যে ‘আমরা যেমন মলডোভাতে দেখেছি, ‘টুইটার বিপ্লবের ধারণা' সব সময়ে তথ্যের ভিত্তিতে হয়না, অন্তত এই পর্যন্ত ভাবা যে বিক্ষোভ এই মাধ্যম ছাড়া ঘটতে পারত না।'紐約時報的Brand Stone與Noam Cohen也同意「將這種明顯是自發性的反政府示威說成是『推特革命』已經成了陳腔濫調」。
24নিউ ইয়র্ক টাইমসের ব্রান্ড স্টোন আর নোয়াম কোহেন আমার সাথে একমত যে ‘এই ধরনের আপাতদৃষ্টিতে স্বত:স্ফূর্ত সরকার বিরোধী বিক্ষোভকে ‘টুইটার বিল্পবের' নাম দিয়ে এরই মধ্যে একে সস্তা বানানো হয়েছে।AllThingsD的Kara Swisher對於媒體過度捧推特感到非常困擾,「因為重點該放在人們如何使用這些工具,而非這些工具本身。」
25অলথিংগস ডি এর কারা শুইশার টুইটার নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে ক্ষুব্ধ ‘কারন দৃষ্টির কেন্দ্রে আসা উচিত কিভাবে এইসব টুলস মানুষ ব্যবহার করে, টুলসগুলোর উপরে গুরুত্ব না দিয়ে।”Ethan Zuckerman也對於「許多質報的記者也都在問重複的問題」感到驚訝。
26এথান জুকারম্যান বিষ্মিত ‘কি পরিমানে ভালো ভালো পত্রিকার সাংবাদিকরা সবাই একই (ভ্রান্ত) প্রশ্ন করছেন।”亞特蘭大雜誌的Marc Ambinder提醒情報社群一件事,那就是推特上絕大多數的報導都是雜音,不是訊號。
27দ্যা আটলান্টিকের মার্ক আম্বিন্দার ইন্টেলিজেন্স গোষ্ঠীকে মনে করিয়ে দিচ্ছেন যে বেশীরভাগ রিপোর্ট টুইটারে কেবল বাহুল্য কিছু শব্দ, গুরুত্বপূর্ণ কোন তথ্য না।TechPresident的Tom Watson提醒我們科技有其限制,「特別是當人們在街頭行進,周圍儘是宗教絕對主義獨裁者派出來的軍隊,面對的是荷槍實彈的的軍人,隨時都會落下監獄高牆的陷阱時。」
28টেকপ্রেসিডেন্টএর টম ওয়াটসন আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে প্রযুক্তি কি করতে পারে তার সীমা আছে, ‘বিশেষ করে যখন নারী পুরুষ রাস্তা দিয়ে মিছিল করছেন যেখানে একেবারে পূর্নাঙ্গ ধর্মীয় একনায়কতন্ত্রের সেনা মোতায়েন করা আছে এবং সেনাদের বন্দুক সবার সামনে মোকাবেলা করা আর জেলের দেয়ালের পিছনে ফাঁসির দড়ির মোকাবেলা করার ব্যাপারটি ভিন্ন মাত্রার।”本文也發表在Gauravonomics,是作者個人探討社會媒體與社會改變的部落格。 校對:Soup