# | ben | zhs |
---|
1 | যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুপ্তচরবৃত্তির কারণে আপনার মোবাইলের নিরাপত্তা হুমকির মুখে | |
2 | ইউরোপে মজিলা। | 美英间谍正在威胁你的手机隐私 |
3 | ছবি ফ্লিকার থেকে নেয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। | 相片来自Flickr,Mozilla in Europe。 |
4 | সিসি-বিওয়াই ২. | 拍摄于2014年2月24日。 |
5 | ০ সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের মতে, স্নোডেনের তথ্য ফাঁসের সবচেয়ে বড়ো ঘটনা প্রকাশ পেয়েছে আজকে ১৯শে ফেব্রুয়ারি, ২০১৫। | CC-BY 2.0 |
6 | মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) মিলে বিশ্বের সবচে' বৃহত্তম সিম কার্ড উত্পাদনকারী প্রতিষ্ঠানের ইন্টারনাল কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকিংয়ের মাধ্যমে এনক্রিপশন কোড চুরি করেছে। | 根据爆出斯诺登(Edward Snowden)事件的记者格林沃德(Glenn Greenwald)所说,一个「目前为止最精彩的斯诺登故事」在2月20日浮出水面。 美国国家安全局(NSA)和英国政府通信总部(GCHQ)的间谍「入侵了世界最大的几家SIM卡生产商的内部信息系统,窃取了用于保护全球手机通讯隐私的密钥」。 |
7 | এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে এমন তথ্য পাওয়া গেছে। | 这则消息来自于斯诺登泄露的高度机密文件。 那么,这些间谍到底做了什么? |
8 | সিম কার্ডের এনক্রিপশন কোড চুরির মাধ্যমে গোয়েন্দা সংস্থা আসলে কী করতে চেয়েছে? | 格林沃德在The Intercept的同事记者Jeremy Scahill这样说: |
9 | সাংবাদিক জেরেমি স্ক্যাহিল (তিনিও ইন্টারসেপ্ট ম্যাগাজিনে গ্রিনওয়াল্ডের সাথে কাজ করেন) জানিয়েছেন: এনএসএ এবং জিসিএইচকিউ মিলিয়নের বেশি এনক্রিপশন কোড চুরি করেছে। | The NSA & GCHQ covertly stole millions of encryption keys used to protect your mobile phone communications: http://t.co/dVjLuxl4k3 |
10 | এই কোডগুলো মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগগুলোকে সুরক্ষিত রাখতো। | - jeremy scahill (@jeremyscahill) February 19, 2015 |
11 | এনক্রিপশন কোড হলো সেই কোড যা সরকারের মতো তৃতীয় পক্ষের কাছে মোবাইল যোগাযোগকে গোপন রাখে। | NSA和GCHQ秘密窃取了几百万个用于保护你的手机信息的密钥:interc.pt/1COE51C |
12 | আর এই কোডগুলো সিম কার্ডে থাকে। | 这些密钥可以确保个人通讯的隐私不被包括政府在内的第三方掌握。 |
13 | তবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছেও এর যাবতীয় তথ্য থাকে। | 对于手机通讯来说,这个密钥储存在SIM卡里,同时电信公司也保存备份。 |
14 | ফোন কল, টেক্সট মেসেজ এবং ইমেইল তথ্য আদানপ্রদান হয়ে থাকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল ফোনের মধ্যে। | 通讯信息只在电信公司和手机之间加密,这意味着只有电信公司可以通过这个密钥来获取数据。 通常来说,电信公司只有在执行法律要求的情况下才会交出这个密钥。 |
15 | তাই শুধুমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান আপনার তথ্য দেখতে পারে। | 所以,这些间谍机构入侵了世界最大的SIM卡生产商Gemalto,就意味着他们可以避开法律来获取可能约几十亿手机用户的密钥,然后解密这些手机上的电话、简讯和其他通讯交流*。 |
16 | সাধারণত সরকারি কর্তৃপক্ষের অনুরোধে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান আপনার কোড তাদের হাতে তুলে দিতে পারে। | 在Twitter上,很多看到这则新闻的人并不觉得惊讶,特别是考虑到斯诺登之前曝光的资料。 @AnonyOps就质问了这些黑客的有效性: |
17 | তবে জিমাল্টোর নেটওয়ার্ক হ্যাকিংয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো সরকারি আইনসমূহ বাইপাস করে সিম কার্ডের এনক্রিপশন কোড হাতিয়ে নিয়েছে। চুরি করা এনক্রিপশন কোডের মাধ্যমে গোয়েন্দা সংস্থা দুটি কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর ফোন কল, টেক্সট মেসেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। * | It must be asked again, now that we know GCHQ/NSA have basically pwned everything: Why do we still have crime? |
18 | অনেক টুইটার ব্যবহারকারীর ধারনা, আগে তথ্য ফাঁসের ঘটনায় যতোটা আলোড়ন পড়েছিল, এবার অতোটা হয়নি। | How is ISIS even a thing? |
19 | @অ্যানয়ওপস হ্যাকিংয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন: তাদের আবার জিজ্ঞেস করতে হবে। | - Anonymous (@AnonyOps) February 20, 2015 |
20 | এখন আমরা জানি, এনএসএ এবং জিসিএইচকিউ সবকিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করছে: আমরা কেন অপরাধের জগতে বন্দি থাকবো? | 我们必须要问了,既然GCHQ/NSA几乎知道了所有的事情:现在世界上怎么还有犯罪? |
21 | আইএসআইএস এখনো টিকে আছে কীভাবে? | 伊斯兰国怎么还这么嚣张? |
22 | প্রাইভেসি ইন্টারন্যাশনালের এরিক কিং মজা করে বলেছেন: | 隐私国际(Privacy International)的Eric King也开玩笑: |
23 | | Who thinks it's a good idea to give Cameron a “golden key”, now we've learned spies have been able to steal millions of them in the past. |
24 | কে ভেবেছিল, এটা ক্যামেরনকে সোনার কাঠি এনে দেবে। | - Eric King (@e3i5) February 20, 2015 |
25 | এখন আমরা জানতে পারলাম গোয়েন্দারা আগে মিলিয়ন পরিমাণ তথ্য চুরি করতে সক্ষম ছিলেন। | 现在我们知道了间谍们已经偷了几百万个「钥匙」,谁还觉得给卡梅伦一个「金钥匙」是一个好主意? 这则新闻所带来的另一个重要的问题是这些间谍行为的受害者是谁。 |
26 | প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এ ঘটনায় কারা ক্ষতিগ্রস্ত হলেন তা উঠে এসেছে। | 据The Intercept所说,Gemalto的客户有全世界的450多家无线通信公司,包括美国的AT&T, T-Mobile, Verizon和Sprint. |
27 | ইন্টারসেপ্ট জানিয়েছে, জিমাল্টোর গ্রাহকেরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। | 据The Intercept报导,「这家公司在全球85个国家经营并拥有40多家工厂」。 |
28 | এদের মধ্যে মার্কিন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরিজোন এবং স্প্রিন্ট-সহ বিশ্বের ৪৫০টি ওয়্যারলেস নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছেন। | 这篇文章也提到了欧洲的Vodafone和EE,法国的Orange,荷兰的Royal KPN, 中国联通,日本的NTT,台湾的中华电信,以及好几间「非洲和中东的电信公司」。 |
29 | প্রতিবেদনে বলা হয়েছে, জিমাল্টো ৮৫টি দেশে সিম কার্ড বিক্রি করে থাকে। | Gemalto的网站还提到与中国移动和南非的MTN也有合作,他们公司的维基百科页面同时提到了土耳其和意大利的移动通信商也是Gemalto的客户。 |
30 | তাছাড়া ৪০টির বেশি দেশে সিম কার্ড তৈরি করে। | 一些Twitter网友也对美英两国无休止的间谍行为表达了愤怒。 |
31 | ফাঁস করা নথিতে ভোডাফোন (ইউরোপ), অরেঞ্জ (ফ্রান্স), ইই (ইউরোপ), রয়াল কেপিএন (নেদারল্যান্ড), চায়না ইউনিকম, এনটিটি (জাপান) এবং চুংয়া টেলিকম (তাইওয়ান)-সহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ওয়্যারলেস নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। | |
32 | জিমাল্টোর ওয়েবসাইট খুঁজে চায়না মোবাইল এবং দক্ষিণ আফ্রিকার এমটিএন-এর অংশীদারিত্বের বিষয়টি জানা গেছে। | 意大利的信息安全专家Claudio Guarnieri写到: |
33 | তাছাড়া প্রতিষ্ঠানটির উইকিপিডিয়া পেজে তুরস্ক এবং ইতালিতে গ্রাহক থাকার কথা বলা হয়েছে। | United Kingdom is a European Union member state. |
34 | ক্রমাগত গুপ্তচরবৃত্তি চালিয়ে যাওয়ার জন্য কিছু পাঠক দেশ দুটির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ক্লদিও গুয়ারনিরি নামের একজন ইতালিয়ান ম্যালওয়্যার এক্সপার্ট টুইট করেন: | It's time the Commission sanctions the British for #GCHQ hacking of other member states. |
35 | যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র। সদস্য রাষ্ট্রগুলোতে হ্যাকিং কার্যক্রম চালানোর জন্য কমিশন ব্রিটিশদের প্রতি নিষেধাজ্ঞা আরোপের সময় হয়েছে। | - Claudio (@botherder) February 20, 2015 |
36 | মাহের আরার একজন সিরিয়ান-কানাডিয়ান। | 英国是欧盟成员国。 |
37 | যুক্তরাষ্ট্র একবার তাকে টেররিস্ট সন্দেহে সিরিয়ায় আটক করেছিল। | GCHQ监视其他欧盟成员国,现在是欧盟委员会该制裁英国人的时候了。 |
38 | আটকবস্থায় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। | Maher Arar是一个叙利亚裔的加拿大人,他曾经被美国引渡回叙利亚并在被拘捕时遭到虐待。 |
39 | তিনি লিখেছেন: | 他在Twitter写到: |
40 | | Obama isn't at war w/ Islam but the target of the NSA malware in the US & UK were all Islamic activists & scholars: http://t.co/eSypJtGYKe |
41 | ওবামা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। | - Maher Arar (@ArarMaher) February 19, 2015 |
42 | তবে এনএসএ-র ম্যালওয়্যার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ইসলামিক আন্দোলনকারী এবং পণ্ডিতদের টার্গেট করছে। | 欧巴马没有和伊斯兰开战,但是NSA恶意软件的目标却都是美国和英国的伊斯兰活跃人士和学者。: ow.ly/Jkf62 |
43 | জিমাল্টো কোম্পানি নিয়ে এতো আলোচনা হলেও তারা এখন পর্যন্ত বিবৃতি দেয়নি। | http://ow.ly/Jkf62 |
44 | তবে তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের সৎ অভিব্যক্তির প্রকাশ পেয়েছে: | 被卷入这次曝光漩涡中心的Gemalto公司还没有做出任何响应。 |
45 | *এর কোনো মূল্য নেই। | 但是这家公司的一段影片却表现了他们的善意: |
46 | কারণ এনএসএ এবং জিএইচসিকিউ মোবাইল কল, টেক্সট মেসেজ এবং অন্যান্য তথ্যে প্রবেশাধিকার পাবে না। | *值得一提的是,如果电话、简讯和其他通讯被其他工具(例如RedPhone和ChatSecure)所保护,NSA和GCHQ并不能通过这个密钥来窃取这些信息。 |
47 | কারণ সেগুলো রেডফোন এবং চ্যাটসিকিউরের মতো অন্যদের মাধ্যমে এনক্রিপ্টেড করা আছে। | 如果希望更了解信息安全,可以看看Surveillance Self-Defense和Security in a Box。 |
48 | মোবাইল নিরাপত্তার বিষয়ে আরো কিছু জানতে সার্ভিল্যান্স সেলফ-ডিফেন্স অথবা সিকিউরিটি ইন অ্যা বক্স দেখতে পারেন। | 校对:Bamboo Hsu |