# | ben | zhs |
---|
1 | প্যালেস্টাইন: কারাবন্দীদের গণ অনশন | 巴勒斯坦:囚犯发起了大规模绝食抗争 |
2 | ইজরায়েলী কারাগারের পরিবেশের বিরুদ্ধে ফিলিস্তিনি কারাবন্দীরা ১৭ এপ্রিল তারিখ থেকে এক গণ অনশন শুরু করে। | 四月十七日,一群巴勒斯坦籍囚犯为了抗议他们在以色列监狱的处境,发起了一场无期限绝食行动。 |
3 | শুরুতে যা ছিল মাত্র মাত্র কয়েকজনের প্রতিবাদ, এখন তা বৃদ্ধি পেয়ে হাজার হাজার অংশগ্রহণকারীতে পরিণত হয়েছে, ( তারতম্য ভেদে অংশগ্রহণকারীর সংখ্যা ১,৪০০ থেকে ৩,০০০ জন)। | 一开始只有少数人参与的这场抗争,如今已经增加到上千名参与者(确切数目在一千四百至三千人之间)多位较早开始绝食的囚犯现已濒临垂死的险境。 |
4 | বেশ কয়েকজন বন্দী যারা প্রথম থেকে অনশন করে আসছে তাদের অনেকে এখন মৃত্যুর হুমকির মুখে। ইজরায়েলে-এর বিভিন্ন কারাগারে প্রায় ৪,০০০-এর বেশী ফিলিস্তিনি কারাবন্দী রয়েছে, এবং এদের মধ্যে প্রায় ৩২০ জনকে কোন ধরনের অভিযোগ ছাড়া অথবা তথাকথিত প্রশাসনিক গ্রেফতারের নামে বিচারাধীন অবস্থায় আটকে রাখা হয়েছে। | 以色列的监狱里有超过四千名巴勒斯坦籍囚犯,其中有大约三百二十人未经起诉或审判,就以所谓的“行政拘留”(administrative detention )被关进监狱里。 |
5 | বছর যত গড়িয়েছে, ইজরায়েলে-এর কারাগারগুলো পরিবেশ তত খারাপ হয়েছে। | 多年下来,以色列监狱的情况每况愈下。 |
6 | কারাবন্দীরা নিঃসঙ্গ কারাকক্ষের ব্যবস্থা, প্রশাসনিক গ্রেফতার এবং কারাগারে নেওয়া বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার পরিসমাপ্তির দাবী জানাচ্ছে। | 囚犯们要求停止单独监禁、行政拘留和各种惩罚措拖。 |
7 | অতীতেও এই ধরনের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু এবারের অনশনের প্রেক্ষাপট ভিন্ন, বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া খাদের আদনান-এর অনশনের ঘটনার পর এই অনশন শুরু হয়েছে। | 过去也曾出现过抗争活动,但这次的绝食不同以往,它是追随已被广为报导的阿德南(Khader Adnan)绝食行动。 |
8 | ব্লগার এবং সাংবাদিক জোসেফ ডানা, ফ্রেব্রুয়ারিতে আদনানের ঘটনা সম্বন্ধে লিখেছিল: | 博客兼记者约瑟夫. |
9 | আদনানের ঘটনা প্রশাসনিক গ্রেফতারের এক প্রতীকী উদাহরণ, অনেক ফিলিস্তিনি নাগরিকের যে অভিজ্ঞতা রয়েছে। | 岱那(Joseph Dana)二月时曾写了有关阿德南的报导: |
10 | সে দাবী করেছিল যে আটক অবস্থায় ইজরায়েলী সেনার তাকে প্রহার এবং অপমান করে। | 阿德南先生的故事象征了许多巴勒斯坦人被处以行政拘留的经验。 他声称在拘留期间被以色列军人殴打及羞辱,并且开始以绝食作为抗议。 |
11 | আর এর প্রতিবাদে সে অনশন ধর্মঘট শুরু করে। | 狄亚和我们所有囚犯的自由。 |
12 | বিলাল ধিয়াব এবং আমাদের সকল কারাবন্দীদের মুক্তি চাই। | 图片来自脸书页面“我们都是夏拉碧”(We Are All Hana Shalabi)。 |
13 | ‘উই আর অল হান্না সালাবি' নামক ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | 六十六天之后,以色列当局同意在四月十七日释放阿德南,他才在二月停止了绝食抗争。 |
14 | বর্তমান অনশন ধর্মঘটের ঘটনায়, দুই কারাবন্দী, বিলাল ধিয়াব এবং থায়ার হালাহেলে, এখন ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। | 至于另一位囚犯夏拉碧(Hana Shalabi),则是绝食了四十天之后,被以色列当局流放至加萨三年。 |
15 | টুইটার হ্যাশট্যাগ # প্যালহাঙ্গারে গিয়ে আপনি এই অনশন সম্বন্ধে এবং এর প্রতি একাত্মতা প্রকাশ করে যে সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সে সবের বিষয়ে জানতে পারবেন। | 目前的绝食抗争中,有两位囚犯狄亚(Bilal Dhiab)和哈拉勒(Thaer Halahleh)陷入严重的濒死险境中。 有关绝食抗争和团结行动的资讯,可在推特上搜寻#PalHunger得知。 |
16 | রামাল্লা ভিত্তিক কারাবন্দী সমর্থক এবং মানবাধিকার সংস্থা আডড্যামির এই অনশন সম্পর্কে তাজা সংবাদ টুইট করছে। | Addameer 囚犯支持团体(Addameer Prisoner Support)和在Ramallah的人权团体持续在推特上更新抗争行动的情况: |
17 | @আডড্যামির_পিএস: ওহালেই কেইদার কারাগারে অনশনরত কারাবন্দীর সকলকে নিঃসঙ্গ কারাকক্ষে প্রেরণ করা হয়েছে, একটি কারাকক্ষে ২ জন করে বন্দীকে রাখা হয়েছে। | @Addameer_ps: 在Ohalei Keidar监狱,九十六名绝食抗议者被关进单独的禁闭室,两个囚犯一间房。 |
18 | #প্যালহাঙ্গার | #palhunger |
19 | @আডড্যামির_পিএস: ওফের কারাগারের ২২০ জন কারাবন্দী অনশন ধর্মঘট পালন করছে। | @Addameer_ps: 在Ofer监狱有两百二十名囚犯正在绝食抗议。 |
20 | #প্যালহাঙ্গার | #palhunger |
21 | @আডড্যামির_পিএস: এশেল কারাগারে ১০৫ জন কারাবন্দীর সকলেই অনশনে অংশ নিচ্ছে। | @Addameer_ps: Eshel监狱里,所有一百零五名巴勒斯坦囚犯都在绝食抗议。 |
22 | #প্যালহাঙ্গার | #palhunger |
23 | @আডড্যামির_ পিএস: নাকাব কারাগারে অনশনরত কারাবন্দীদের ক্ষেত্রে প্রতিদিন জোর করে তল্লাশী চলানো হচ্ছে, এর মধ্যে তাদের কারাকক্ষে হামলা চালানো এবং দেহতল্লাশি অর্ন্তভুক্ত। | @Addameer_ps:在Nagab监狱,狱方每天都肆意地对绝食抗议者进行搜索,包括突袭牢房和搜身。 |
24 | #প্যালহাঙ্গার | #palhunger |
25 | @আডড্যামির_ পিএস: আডড্যামির, হিসেব করে দেখা গেছে যে বর্তমানে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ জন কারাবন্দী অনশন পালন করছে, কিন্তু সংখ্যাটি এর চেয়ে বেশী হতে পারে। | @Addameer_ps:目前,Addmeer预估有两千至两千五百名囚犯在进行绝食抗议,但有可能更多人。 |
26 | #প্যালহাঙ্গার | #palhunger |
27 | গাজার, ওয়ালা এল ঘুশিয়েন টুইট করেছে: @ওয়ালজিএইচ: আমার খালার প্রেমিক ২০ দিন ধরে অনশন ধর্মঘট পালন করে যাচ্ছে। | 人在加萨的古塞恩(Walaa Al Ghussein)推文: |
28 | আমার খালা তাকে বিয়ে করতে চায়, সে চায় না তার প্রেমিক মৃত্যুবরণ করুক! | @WalaaGh:我的阿姨的未婚夫正在进行第二十天的绝食抗议,她在等他回来结婚,可不希望他死掉! |
29 | #প্যালহাঙ্গার # প্যালেস্টাইন | #PalHunger #Palestine |
30 | একটিভিস্ট আলি আবু নিমাহ মন্তব্য করেছে: | 运动人士阿布尼玛(Ali Abunimah)则评论道: |
31 | @ আলিআবুনিমাহ : পশ্চিমের প্রচার মাধ্যম সব সময় “ফিলিস্তিনি নাগরিকদের গান্ধীর মত হবার” দাবী জানায়, আর এখন, যে সময় ২০০০ জন রাজনৈতিক বন্দী অনশন ধর্মঘট পালন করছে, তখন তারা এই সংবাদ উপেক্ষা করছে। | @AliAbunimah:西方媒体一直要求“巴勒斯坦甘地”,而现在有两千名政治犯在绝食抗议,他们却置之不理。 |
32 | #প্যালহাঙ্গার | #PalHunger |