Sentence alignment for gv-ben-20100907-12689.xml (html) - gv-zhs-20100903-6073.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় বর্ণবাদী হামলা马来西亚:独日纪念日前的种族攻击
2২০০৯ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক মালয়েশিয়া ( ১মালয়েশিয়া) নামক এক ঐক্যের ধারণা নিয়ে হাজির হন, প্রচার মাধ্যম যে বিষয়টিকে ব্যাপক জনপ্রিয় করে।
3ব্লগার আউটসাইদ দি বক্স একটি সংবাদের উপর গুরুত্ব প্রদান করেছেন, যা কিনা এক মালয়েশিয়া ধারণাটিকে ব্যাখ্যা করে:2009年,马来西亚总理纳吉(Najib Razak)推出1Malaysia团结概念,在媒体上名噪一时。
4কুয়ালালামপুর, এপ্রিল ১৫ (বেরনামা)- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাক বলেন মালয়েশিয়াকে অবশ্য তাদের জাতিগত ক্ষুদ্র মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।
5প্রধানমন্ত্রী আরো বলেন মালয়েশিয়াবাসীরা অবশ্যই “এক মালয়েশিয়া” নামক ধারণার মধ্য দিয়ে এক হয়ে দাঁড়াবে, চিন্তা এবং কাজ করবে।
6আসুন আমরা জাতিগত দর্পন ভেঙ্গে বের হয়ে আসি যেমনটা আমরা অনেক বছর ধরে করে আসছি। এছাড়া এটা ‘এক মালয়েশিয়ার' প্রকৃত অর্থ।OutSyed The Box提到一篇新闻报导,说明1Malaysia的概念:
7আমরা অবশ্যই একে অন্যকে শ্রদ্ধা করব, সহ্য করব এবং একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং বিভিন্ন জাতী গোষ্ঠীর উপর বিশ্বাস স্থাপন করব।
8বুধবার তিনি এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তবে এই ধারণা চালু হবার পর, অনেকে এর সমালোচনা করেছেন, বিশেষ করে যারা বিশ্বাস করেন যে বর্ণবাদী উত্তেজনা এখনো দেশটিতে টিকে রয়েছে।吉隆坡4月15日讯-总理纳吉表示,马来西亚民众应扬弃「族群分别」的心态,必须「在1Malaysia的概念下一同生活、思考与行动」。
9ব্লগার কেলভিন চিউ আরেকজন ব্লগারের এক ঘটনা জানাচ্ছে:「我们要摆脱以行之有年的族群分际制度,这就是1Malaysia概念的精髓」。
10আমি এক মালয়েশিয়া নামক ধারণার কথা শুনেছিলাম, কিন্তু আমি মনে করি আমাদের এক হতে বলার কোন প্রয়োজন নেই।总理在星期三的记者会上强调,「我们必须彼此尊重,超越忍让,在你我及各族群之间建立互信」。
11আমরা ইতোমধ্যে এতটি পথ পেরিয়ে এসেছি যে আমাদের হৃদয়ে এবং আত্মায় বিষয়টি গেঁথে গেছে যে আমরা এক।但自从这项概念实施后,许多人批评国内族群关系仍然紧绷,Calvin Chew描述另一位博客的遭遇:
12দুর্ভাগ্যজনকভাবে, এখনো এখানে আপনি জাতিগত বৈষম্য এবং মেরুকরণ দেখতে পাবেন।我听过1Malaysia的概念,但团结应该不需他人吩咐,我们历经漫漫长路,团结理应已深植于心灵。
13এখনো এই স্বাজাত্য-অভিমানী দৃষ্টিভঙ্গি বজায় রয়েছে যে মালয়রা এখানকার কর্তৃত্বশালী গোষ্ঠী এবং তাদের অধিকার অবশ্যই রক্ষা করতে হবে। আর যারা মালয়ী নয়, তারা এদেশে বহিরাগত নাগরিক।可惜国内仍有种族歧视及对立,有些人仍心怀种族中心观点,认为马来人是领导种族,必须保护他们的权利,而非马来人永远是外来者。
14তবে তারপরেও, ৩০শে আগস্ট ২০১০ তারিখে, ঠিক মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের সন্ধায়, এই দৃষ্টিভঙ্গিটি আরো শক্তিশালী হয়, যখন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
15সে ঘটনায় বেশ কয়েকজন কিশোরের বিরুদ্ধে বর্ণবাদী হামালার অভিযোগ তৈরি হয় :2010年8月30日马来西亚独立纪念日前夕,Facebook网站上出现一则消息,指称数名青少年犯下种族攻击行为,让种族问题在马国更加严重:
16যখন আমরা তাদের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ তাদের একজন ঘুরে দাঁড়াল এবং লাফিয়ে উঠে আমার বন্ধুর গায়ে লাথি মারল (অসুস্থ মানসিকতা)। সে এই ঘটনায় যে মজা পেল, তাই দেখে তার অন্য বন্ধুরা আমার সাথে একই আচরণ করতে শুরু করল।我们经过他们身旁,其中一人突然转向,对着我朋友飞踢过来,凶手的朋友发觉这种「乐趣」后,也开始攻击我,一切太过突然,我当时只想着,「我们究竟对他们做了什么?」
17এটা এমন হঠাৎ করে শুরু হল যে সে মুহূর্তে আমি একটা কথাই ভাবলাম, “আমরা আদতে তাদের কি এমন ক্ষতি করলাম”? আরো কিছু উড়ন্ত লাথি এবং আঘাত শরীরে পড়ার আগে আমরা উভয়ে কিছুক্ষণের জন্য হাঁটু গেড়ে বসলাম।我们两人跪倒在地,又是一阵拳打脚踢,虽然我们的肩上都背着三脚架,但却太过震惊,来不及反应。
18এমনকি যদিও আমাদের উভয়ের কাঁধে ট্রাইপড বাঁধা ছিল, তারপরেও আমরা এই আঘাতে এতটাই বিস্মিত ছিলাম যে এই ঘটনায় কোন প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারিনি। ঘটনাক্রমে একটা ঘুষি ঠিক আমার কপালে এসে লাগল এবং ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করল।后来有一拳直直打中我的右前额,让我流血不止,才终于让他 们住手走开,就这样走开,该死,他们甚至没有因害怕而跑开,只是像打赢一样走开,我最后记得的事,就是其中有个人用马来话说,「滚回你的国家」。
19এটি দেখে তারা থামল এবং হাঁটতে শুরু করল।
20হেঁটে হেঁটেই তারা চলে গেল।
21গোল্লায় যাক। তারা এমনকি দৌড়ে পালিয়ে যাবার মত ভয় পায়নি, বরঞ্চ হেঁটে চলে গেল।1Malaysia似乎没有发挥功用,Khoo Kay Peng指出:
22যেন তার খেলায় জয় করেছে বা এ রকম কিছু। আমি সর্বশেষ যে বিষয়টি মনে করতে পারি তা হচ্ছে তাদের একজনের বলা একটি বাক্য “ মালয়ে তোমার নিজের ঘরে ফিরে যাও”।马国缺乏落实1Malaysia真正精神的政治意志,例如提供平等机会、归属感、公平、社经正义、互相尊重等,无论种族或族裔,用相同态度对待所有马来西亚人。
23এদিকে মনে হচ্ছে যে এক মালয়েশিয়া নামক ধারণাটি খুব বেশি এগিয়ে যেতে পারছে না।一项概念若要成功,执政党就不能再继续发表种族优越言论,若某个种族自认为比其他种族优越,1Malaysia就只是个有形无体的概念。
24ব্লগার কোহ কেই পেঙ এই বিষয়টির গুরুত্ব পরিমাপ করছে:校对:Soup
25এক মালয়েশিয়ার ধারণা সত্যিকার অর্থে স্থাপনের ক্ষেত্রে যে জিনিসটির অভার রয়েছে তা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা।
26যেমন জাতী বা ধর্ম উপেক্ষা করে সকল মালয়েশীয়দের প্রতি ঐক্য, সহ-অবস্থান, সততা, সামাজিক-অর্থনৈতিক ন্যায় বিচার এবং যৌথ শ্রদ্ধা প্রদর্শন করা ।
27এই ধারণাকে সফল করার জন্য , জাতীয় সরকার (বিএন-বারিসান নাসিওনাল ) সরকারকে অবশ্য কোন জাতী শ্রেষ্ঠ এই খেলা খেলতে হবে না।
28যদি কোন বিশেষ জাতি অনেক বেশি শ্রেষ্ঠ বা অন্যদের চেয়ে সুবিধা পায়, তা হলে এক মালয়েশিয়ার আত্মাধীন এক ভগ্ন ধারণায় পরিণত হয়ে থাকবে।