# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়া: দুর্নীতি দমন বিভাগ অনলাইন সহায়তা পাচ্ছে | 印尼:反贪腐机构获得網絡支援 |
2 | ইন্দোনেশিয়ায় সামাজিক মাধ্যমগুলির শক্তি আবারও প্রকাশ পেল যখন পুলিশ ও কিছু রাজনীতিবিদদের দ্বারা হয়রানীর স্বীকার ইন্টারনেট ব্যবহারকারীরা সমষ্টিগতভাবে দুর্নীতির তদন্তকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছে। | 印尼的贪腐调查员备受警方与某些政客骚扰,网友集体表示支持贪腐调查员,印尼的社会媒体力量再一次地受到肯定。 由于网友组织起抗议活动与集会,抗议警方带头的搜捕,并反对国会弱化肃贪委员会(Corruption Eradication Commission, KPK)职权的提案,使得網絡上对此机构的支持转变成一个实体活动。 |
3 | দুর্নীতি দমন কমিশনের (কেপিকে) অনলাইন সহায়তা বর্তমানে অফলাইন প্রচারণা হিসাবে ব্যবহৃত হচ্ছে যখন নেট নাগরিকরা পুলিশের অভিযানের এবং এজেন্সির ক্ষমতা হ্রাসের জন্য সংসদের প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ ও সমাবেশের আয়োজন করেছে। | 许多人谴责警方利用强制力阻止KPK有效调查官僚体制中的贪腐习惯。 苏腊巴亚(泗水)一位运动人士举着海报,支持印尼肃贪委员会的工作。 |
4 | আমলাতান্ত্রিক পদ্ধতির দুর্নীতি সম্পর্কে কার্যকরভাবে তদন্ত থেকে কেপিকে বিরত রাখার জন্য অনেকেই পুলিশের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করছে। | 照片来自Robertus Pudyanto;版权所有:Demotix (10/8/2012) |
5 | সুরাবায়াতে ইন্দোনেশিয়া দুর্নীতি দমন কমিশনের স্বপক্ষে পোষ্টার হাতে একজন কর্মী। | 推特上的标签#SaveKPK,表明了大众全面支持KPK揭露政府腐败的职权。 |
6 | ছবি রবারর্টাস পুডিয়ান্টো। | 另一个受欢迎的标签为#dimanaSBY(总统在哪呢?),这可能是迫使印尼领袖要求警方宽容对待KPK的原因。 |
7 | সত্ত্ব ডেমোটিক্স (১০. | 以下为一些使用这两个重要标签的推特讯息: |
8 | ৮.২০১২) সরকারের দুর্নীতি উন্মোচন করার জন্য টুইটার হ্যাশট্যাগ #সেভকেপিকে ব্যবহার করে কেপিকে এর প্রতি জনসাধারণ সমর্থন জানিয়ে যাচ্ছে। | @dilakarinta 你可曾想像过现实中的总统会遭到该国警察局长恐吓? |
9 | অন্য আরেকটি জনপ্রিয় হ্যাসট্যাগ হচ্ছে #ডাইমোনাএসবিওয়াই (রাষ্ট্রপতি কোথায়?) সম্ভবত ইন্দোনেশিয়ার নেতাদের উপর চাপ সৃষ্টি করেছিল যাতে পুলিশ কেপিকে এর সাথে স্বাভাবিক আচরণ করে। | 好吧,没必要再去想像了。 |
10 | দুটি প্রধান হ্যাসট্যাগ ব্যবহার করে কিছু টুইটার বার্তা নীচে প্রদান করা হলো: | #SaveKPK |
11 | @ডিলাকারিনটা আপনি কি কল্পনা করতে পারেন একজন প্রকৃত রাষ্ট্রপতি তার দেশের পুলিশ প্রধান দ্বারা ভীত হচ্ছেন? | @LarasaTita #SaveKPK 打击贪腐、停止恐吓。 |
12 | উত্তম, এ বিষয়ে কল্পনা করার প্রয়োজন নেই। | 保持乐观。 |
13 | #সেভকেপিকে | 为我们的孩子决定一个更好的印尼! |
14 | @লারাসাটিটা #সেভকেপিকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, ভীতি প্রদর্শন বন্ধ কর। | @munahusin1 贪腐是这个国家所有祸害的根源。 |
15 | আশাবাদী হোন, আমাদের সন্তানদের জন্য উন্নত ইন্দোনেশিয়া নিশ্চিত করি! | 打击贪腐! |
16 | @মুনাহুসিন ১ এই দেশে সকল নষ্টের মূলে রয়েছে দুর্নীতি। | #SaveKPK |
17 | দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ! | @rdungga 众人谈论总统苏西洛. |
18 | #সেভকেপিকে | 班邦. |
19 | @রুডাংগা এসবিওয়াই এর অনুপস্থিতি আলোচিত হচ্ছে এবং জনতা পুলিশের দায়িত্বশীল আচরণ করার জন্য আহবান জানাচ্ছে। | 由多约诺的缺席,要求印尼国家警察负起责任,这些正在上演。 |
20 | #ডিমানাএসবিওয়াই এই সকাল কার্যকরী। | #dimanaSBY 今早起了效用! |
21 | @ফারাহওয়ারদানি এটি তার দ্বিতীয় মেয়াদ। | @farahwardani 这是他第二次的任期。 |
22 | ২০১৪ পর্যন্ত তিনি সম্ভবত তার আসনের উষ্ণতা বৃদ্ধি করবেন এবং সুবিধাদি ভোগ করতে থাকবেন। | 所以他基本上可能只是坐热他的总统座椅,享受津贴到2014年。 |
23 | আমি নিশ্চিত তিনি সেরকম ভাবছেন। | 我敢断定他是这样想的。 |
24 | #ডিমানাএসবিওয়াই | #DimanaSBY |
25 | ইন্দোনেশিয়ার একজন বিক্রেতা কেপিকের প্রতি তার সমর্থন জানাচ্ছে। | 一位印尼小贩展示她对KPK的支持。 |
26 | ছবি সেভ কেপিকে এর ফেসবুক থেকে | 照片来自Save KPK的脸书粉丝页。 |
27 | ইন্দোনেশিয়ার অনেক শহরে কেপিকে এর সমর্থনে র্যালী অনুষ্ঠিত হয়েছে। | 印尼有许多城市举行支持KPK的集会。 |
28 | প্রজেক্টিং ইন্দোনেশিয়ার মতে বিনোদন জগতের তারকাসহ মধ্যবিত্তের সক্রিয় অংশগ্রহণ এই প্রতিবাদে ছিল: | Projecting Indonesia指出中产阶级参与了抗议活动,其中还包含了娱乐明星: |
29 | আমরা একটি বিষয় উল্লেখ করতে পারি: মধ্যবিত্ত স্বরূপে এবং সক্রিয়ভাবে রাজনীতিতে উপস্থিত। | ……我们可以强调一件事:中产阶级在政治上变得更勇于发言且坚定有信心。 |
30 | রাজনৈতিকভাবে সচেতন (যদিওবা রাজনৈতিক দলের সদস্য নয়) ইন্দোনেশিয়ার মধ্যবিত্ত শ্রেণী বর্তমানে প্রতীক হয়ে উঠেছে। | ……他们是印尼中产阶级象征的一部份,他们现在变得积极参与政治(虽然不必然是政治党派的一员)。 |
31 | কমপক্ষে, মধ্যবিত্ত শ্রেণী টেউ তুলতে সক্ষম হয়েছে যারা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত দেখতে চায়। | 但至少,他们引起了一股想看见国家脱离贪腐的中产阶级浪潮。 |
32 | হোরজানতো সোবডজানতোরো বর্ণনা করেছেন জনতা দুটি কারণে সহিংস হয়েছে: | Hardjanto Soebdjantoro阐明了两个引起民众愤怒的议题: |
33 | কেপিকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জনগণকে উদ্বিগ্ন করেছে। | 现在有两个与KPK相关的重要议题引发大众关注。 |
34 | প্রথমটি হচ্ছে আইন প্রণেতাদের কেপিকে বিষয়ে আইন নং ৩০/২০০২ সংশোধনের উদ্যোগ এবং দ্বিতীয়টি হচ্ছে কেপিকের তদন্তকারীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের উদ্যোগ। | 其一为立法者意图修订2002年第30号法案,即KPK法;其二则是警方试图逮捕KPK调查员。 |
35 | সেভ কেপিকে | Save KPK |
36 | যখন এটি লেখা হচ্ছে, তখন ১৮,০০০ ফেসবুক ব্যবহারকারীর পছন্দ ফেসবুকের সেভ কেপিকে পেজ। | 截至本文,Save KPK粉丝专页有超过18,000名脸书用户按“赞”。 |