# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: রাজনীতি, নৃতাত্ত্বিক সমতা আর বিরোধিতা | 哈萨克斯坦:政治、种族平衡与反对 |
2 | কাজাখস্তানের ব্লগাররা শাসন আর রাজনৈতিক স্থিরতা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। | 哈萨克斯坦的博客持续讨论围绕着统治与政治稳定打转的议题。 |
3 | ইঝানোভ মনে করেন যে কাজাখস্তানের নৃতাত্ত্বিক ভূমিরূপে সম্ভাব্য সমস্যা জেগে উঠছে: | Izhanov认为,哈萨克斯坦的民族人口统计正酝酿着一个潜在的问题[俄]: |
4 | শেষ আদমশুমারি দেখিয়েছিল গত শতকের দুইটা মূল ধারা: এখন আরো বেশী কাজাখ আছে (+২৬ শতাংশ) আর কম রাশিয়ান (-১৫ শতাংশ)। | 上一次的人口普查显示出在过去十年中有两个主要的趋势:现在有更多的哈萨克斯坦族(增加26%)和更少的俄罗斯族(少了15%)。 |
5 | প্রথম ধারাটা ভালো, কিন্তু দ্বিতীয়টা খারাপ… কাজাখ জনসংখ্যার বৃদ্ধি দেশে রুশদের বিরোধী হতে পারে না। | 第一个趋势是好的,但第二个是坏的…哈萨克斯坦族的人口增加,不应对立于俄罗斯族的人口(减少)。 |
6 | দূর্ভাগ্যজনক যে কেউ কেউ এমন প্রশ্ন করেছেন… | 不幸的是,有人提出这样一个问题… |
7 | মেঘাখুইমিয়াক মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক দলের প্রধান সংবাদ মাধ্যমে প্রভাব (বা প্রভাবের অভাবের কথা) নিয়ে: | Megakhuimyak评论关于大众传播媒介获得(或者应该说是未获得)与政党对立的消息[俄]: |
8 | বিরোধিতাকে খুব কার্যকরভাবে বেশীরভাগ মিডিয়া থেকে আলাদা রাখা হয়, বিশেষ করে টেলিভিশন থেকে। | 媒体,特别是电视里大部分的反对意见都被有效地阻挡了。 |
9 | তবে, [এটা অদ্ভুত যে তারা বিকল্প কিছু ব্যবহার করেন না] কোন বিরোধী দল ইন্টারনেট ব্যবহার করে না। | 然而,[奇怪的是他们未使用替代方法]没有任何反对党使用网络。 |
10 | কারো কারো ওয়েবসাইট নেই, অন্যরা সেটা প্রায় আপডেট করেন না। | 其中一些没有网站,另一些则不经常更新。 |
11 | এরি মধ্যে কাজাখস্তানে ১. ২ মিলিয়ন ব্রডব্যান্ড ব্যবহারকারী আছেন [ দেশের জনসংখ্যা প্রায় ১৫ মিলিয়ন]। | 同时,哈萨克斯坦已有120万的宽频网络用户[该国人口约1,500万]。 |
12 | গত কয়েক সপ্তাহ এই অঞ্চলের বিশেষ উল্লেখযোগ্য ছিল দুইজন নারীর জন্মদিন- আলিয়া, কাজাখ প্রেসিডেন্ট নাজারবায়েভের মেয়ে আর গুলনারা, উজবেক নেতা কারিমোভের মেয়ে। | 在过去几周里,此地有两位女士的生日受到关注 - 阿利亚(Aliya),哈萨克斯坦总统纳扎尔巴耶夫的女儿,以及古娜拉(Gulnara),乌兹别克领导人卡里莫夫(Karimov)的女儿。 |
13 | প্রথমজন ব্রিটনি স্পিয়ার্স আর জেনিফার লোপেজের মত তারকাদের পার্টিতে আমন্ত্রন জানান, দ্বিতীয়জন গায়ক স্টিঙ্গকে বেছে নেন। | 前者邀请了小甜甜布兰妮(Britney Spears)及珍妮佛洛佩兹(Jennifer Lopez)参加生日宴会,后者则选择了史汀(Sting)。 |
14 | জাদুমকা মন্তব্য করেছেন [রুশ ভাষায়]: | Zadumka认为[俄]: |
15 | উজবেকের মেয়ের অবশ্যই ভালো রুচি আছে… | 乌兹别克领导人的女儿显然比较有品味… |
16 | বিশ্ব অর্থনৈতিক মন্দার বাড়তে থাকা পরিস্থিতিতে ধনী আর দরিদ্রের মধ্যকার লাগাতার বিভেদ স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক এপোলেটকে চিন্তিত করেছে: | 持续存在的贫富差距,因为全球金融危机而更加剧恶化了,当地的政治观察家epolet担心[俄]: |
17 | ২০১০ সালে যেভাবে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তা ভীতির সঞ্চার করেছে। | 他们在2010年实施的政策,引起社会的恐惧。 我感觉得到它在人们的心中。 |
18 | আমার মনে হচ্ছে এটা মানুষের অনুভূতি। | 我希望它不会导致一些血腥的结果。 |
19 | আমি আশা করি কোন রক্তাক্ত পরিসমাপ্তি এর হবে না। | Gaisa对于政府最新的好意感到震惊[俄]: |
20 | সরকারের ভালো চিন্তার নতুন দফায় গাইসা চিন্তিত: | 首相下令减少企业的压力。 |
21 | প্রধান মন্ত্রী বাণিজ্যের উপরে চাপ কমানোর আদেশ দিয়েছেন। | 但是根据我们的经验,努力减少压力反而会增加两倍的压力… |
22 | আমাদের অভিজ্ঞতা অনুসারে, চাপ কমানোর চেষ্টায় চাপ দ্বিগুন বেড়ে যায়… | 校对:Soup |