# | ben | zhs |
---|
1 | পোল্যান্ড: উপহার হিসেবে ‘কালো ফিতা’ প্রদানের সুযোগ তৈরি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা | 波兰:社群网站为黑丝带遭批判 |
2 | এ সপ্তাহে পোল্যান্ডের ইন্টারনেট বেশিরভাগ আলোচনার ধারা শনিবারে রাশিয়ায় পোল্যান্ডের বিমান দুর্ঘটনা নিয়ে হয়েছে। পোল্যান্ডের বুকমার্কিং ইঞ্জিন ওয়াইকপের (বুকমার্কিং ইঞ্জিন; প্রিয় সাইটগুলোকে চিহ্নিত ও লিপিবদ্ধ করার জায়গা বা ইঞ্জিন) আলোচনার বোর্ডে বহুল আলোচিত এক বিষয় ছিল [পোলিশ ভাষায়] নতুন এক প্রতীক উপহারের সুযোগ, যা নাসজা-ক্লাসা নামক সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশাল নেটওয়ার্ক) চালু করে: ‘কালো ফিতা ধারণ'। | 波兰国内近期讨论话题,大多仍围绕在Polish总统座机在俄罗斯坠毁一事,国内社会书签网站Wykop显示,许多人都在讨论,社群网站Nasza-Klasa最近推出一个虚拟礼物新选项:黑丝带。 |
3 | উদাহরণ হিসেবে ওয়েবপাতার ছবি [স্ক্রীনশট] তুলে ধরা হল, যা প্রকৃতপক্ষে ওয়াইফ্রগে পোস্ট করা হয়েছিল, ইতোমধ্যে প্রায় ৮০,০০০ হাজার বার এটি দেখা হয়েছে: “তাদের উচ্চাশার কারণে নাসজা-ক্লাসাকে অভিনন্দন” | Yfrog最近张贴的[网页截图]已吸引近八万人次浏览: |
4 | এছাড়াও এই বেদনাদায়ক ঘটনার তাজা সংবাদ প্রদান করার জন্য নাসজা-ক্লাসা একটি পাতা (একাউন্ট )তৈরি করেছে [পোলিশ ভাষায়] | 「为Nasza-Klasa的服务心道贺」 |
5 | “স্মোলেনেস্কে যে বিপর্যয় ঘটেছে সে সমন্ধে তথ্য প্রদান” | 这个社群网站也设立帐号,专门提供空难相关最新资讯: |
6 | মাজাকের প্রতিক্রিয়া ছিল বেশ কঠোর [পোলিশ]: | 「有关Smolensk地区空难事件消息」 |
7 | পুলিশের এই বিষয়টি দেখা উচিত এবং এই আহাম্মক পোর্টাল বা তথ্য বাতায়ন বন্ধ করে দেওয়া উচিত। | 这引起大众不同反应,其中又以负面居多。 |
8 | টমাজমাজোউসকি এই পরিবর্তনের বাণিজ্যিক স্বভাবের দিকটির কথা উল্লেখ করছেন [পোলিশ ভাষায়]: | Mazaq的反应很强烈: |
9 | কেবল অর্থ উপার্জন, এর বাইরে এর সবকিছু অর্থহীন, […] যে ভাবে হোক না কেন…কেবল টাকা উপার্জন করার জন্য, এর একটি বড় অংশ। | 警方应介入关闭这个愚蠢入口网站。 |
10 | সাজিকাগো এই ভাবনার সমালোচনা করেছেন [পোলিশ ভাষায়]: | TomaszMazowiecki提及背后的商业因素: |
11 | আমি আগেও এটা দেখেছি। নাসজা-ক্লাসার ওয়েব পাতার দেখাশোনার দায়িত্বে যারা [এডমিনিস্ট্রটর], তারা অনেক দুর পর্যন্ত গিয়েছে। | 用尽手段只为赚钱,[…]无论如何…就是要赚进大笔金钱。 |
12 | এবং তারা কালো ফিতার সাথে পাতাটিকে উপস্থাপন করেছে- এটি এক অতীব বাজে কাজ। | Szykago同样批评: |
13 | টাকা উপার্জনের জন্য এমন এক বিষয় নিয়ে তারা এ কাজ করলো যাকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করা যায়। আমি আশা করি এর মূল্য তাদের প্রদান করতে হবে। | 我先前就已看到,Nasza-Klasa网站管理员太过分,那些系上黑丝带的礼物实在太丢脸,竟利用可称为国殇的机会牟利,我希望他们会付出代价,这真是个笑话。 |
14 | এটা নিছকই একটা রসিকতা। গ্র্রুবিকোসিয়াল বর্ণনা করেছেন [পোলিশ ভাষায়]: | GrubyKociol表示: |
15 | এর রক্ষণাবেক্ষণকারীরা [এডমিনিস্ট্রেটর] অনেক দুর গিয়েছে, তবে এর ব্যবহারকারীরাও তাদের চেয়ে তেমন উত্তম কিছু নয়। এক লক্ষ ফিতা ও মোমবাতি, কোন কারণে আপনাদের এই সকল জিনিসের প্রয়োজন? | 网站管理员太过分,但用户也好不到哪里去,百万个丝带与蜡烛,你们需要这些东西做什么? |
16 | আপনারা কি বিশ্বকে দেখাতে চান আপনারা কতটা দুঃখিত? | 让世界知道你有多难过吗? |
17 | ব্যাপারটা বেদনাদায়ক। | 真是可悲。 |
18 | ডুলেকের মত আরো অনেকে তাজা সংবাদ প্রদান করার মত পাতা তৈরির ক্ষেত্রে কোন কিছু মনে করেন না, তারপরেও নতুন রূপে পাতাটিকে উপস্থাপন করার এই পরিকল্পনা তিনি অপছন্দ করেছেন [পোলিশ ভাষায়]: | 有些人和dulek一样,并不排斥这个资讯页面,但还是不喜欢把黑丝带当成礼物: |
19 | বলা যায়, ওই উপস্থাপনা একেবারে মূর্খের মত, কিন্তু স্বয়ং তার নিজস্ব নতুন এক সংবাদ মাধ্যমের ধারণা, আমার দৃষ্টিতে ঠিক আছে… | 那些礼物很蠢,但我并不讨厌那个资讯页面… |
20 | তবে অল্প যে সমস্ত ব্যক্তি কালো ফিতার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রইয়ু তাদের মধ্যে অন্যতম [পোলিশ ভাষায়]: | Ryu则是少数支持黑丝带礼物的民众: |
21 | আমি সব সময় ওই সমস্ত কালো ফিতার দিকে তাকিয়ে অট্টহাসি দিতে অভ্যস্ত ছিলাম, কিন্তু আজ কোনভাবেই…ওহ ঈশ্বর, আমরা এক ধরনের ফিতা আমাদের বাহুতে ধারণ করেছি, যদিও আমরা কেবল কালো রঙের পোশাক পরতে না পারি, তা হলে কেন আমরা আমাদের ইন্টারনেটের পাতায় কখনো কখনো কালো প্রতীক প্রদর্শন করতে পারবো না? | 我以前会嘲笑系着黑丝带的人,但今天…我们都把丝带绑在手臂上,如果不能身穿全黑,在网络档案上表达心意有何不可? |
22 | কোন এক ভাবে ইন্টারনেট আমাদের দ্বিতীয় জীবনের এক মাধ্যম, কাজেই এটা খুব স্বাভাবিক একটি বিষয় যে, বাস্তব জীবনে আমরা যা প্রদর্শন করি, ঠিক একই ভাবে ইন্টারনেটে সেই অনুভূতি প্রকাশ করতে চাইছি। | 网络或多或少就像我们的第二人生,所以呈现自己在实体生活里的情绪也很自然。 |
23 | যখন একদিন পরে নাসজা-ক্লাসা তার বোর্ডে এই সমস্ত সমালোচনা তুলে দেয় এবং কালো ফিতা প্রদর্শন করা বন্ধ করে দেয়, মারাস ২০০৩ জানায় [পোলিশ ভাষায়]: | Nasza-Klasa在隔天接受批评,将黑丝带礼物撤下,Maras2003指出: |
24 | এনকে (নাসজা-ক্লাসা) এখন তাদের মনোভাব বদলে ফেলেছে-কেউ একজন তাদের প্রোফাইলে (যেখানে নিজেদের সম্বন্ধে তথ্য লেখা থাকে) কোন কিছুর উপস্থাপন যোগ করতে পারে না, তবে এই সম্পূর্ণ প্রোফাইল বিপর্যয় সম্বন্ধে নতুন সংবাদ প্রদান সহ আরএসএস ফিডের মত কাজ করে (আরএসএএস ফিড- রিচ সাইট সামারি/ রিয়েলি সিম্পল সিন্ডিকেশন-এমন এক ফরমেট যা নিয়মিত পরিবর্তিত ওয়েবের উপাদান বা কন্টেন্ট সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে, বিশেষ করে সংবাদ, বা এ জাতীয় তথ্য -)। | 网站现在改变作法,用户现在不能将黑丝带当成礼物加在档案上,但仍维持专用帐号更新事件相关消息,很好! |
25 | শাবাশ! যদিও একেবারে শুরু থেকে কি আপনারা তা চালু করতে পারেননি?! | 你们难道不能一开始就这么做吗? |
26 | এজি_ দেখাচ্ছেন যে [পর্তুগীজ ভাষায়]: | Ag_认为: |
27 | ফেসবুকে একটি প্রোফাইল রয়েছে যার নাম “স্মোলেনেস্ক-এর বিপর্যয় সম্বন্ধে-সকল তথ্য” আমি যতদুর বুঝতে পারি, জনতাকে তাজা সংবাদ প্রদান করার এটা একটা মাধ্যম, তবে এই বিষয়টির “সমর্থক হবার জন্য” চাবিতে ক্লিক করা এক ধরনের মূর্খতা':/। কুকাসজাদ এর সকল কিছু সারসংক্ষেপ করেছে [পোলিশ ভাষায়]: | Facebook网站上有个帐号名为「Smolensk空难全面资讯」,就我所知,人们可藉此获知更新消息,但想到要成为帐号「支持者」,就觉得有点蠢。 |
28 | আমি মনে করি সকলে তাদের অনুভূতি প্রকাশ করবে, যার মধ্যে বেদনাও যুক্ত রয়েছে, তবে তারা করবে ব্যাক্তিগত পর্যায়ে। | Kukaszd的看法是: |
29 | আমাদের অনেকে বাণিজ্যিকীকরণের খারাপ চোখে দেখছ এবং কেউ বিষয়টিকে সমর্থন করছে না। যদি সকলেই নিজস্ব ভাবনা বাদ দিয়ে কাজ করে তা হলে তা হবে আদর্শ বিষয়। | 我想人人都该表达悲喜感受,我们似乎认为商业化是坏事,但却都支持商业,若人人行为都能无私,那就再好不过了。 |