# | ben | zhs |
---|
1 | আমেরিকা: ব্লগ কার্যকরণ দিবসে ব্লগারদের অংশগ্রহণ – পর্ব ১ | 拉丁美洲:参与博客行动日 |
2 | ১৫ই অক্টোবরকে ব্লগ কার্যকরণ দিবস (ব্লগ অ্যাকশন ডে) এর বাৎসরিক উদযাপন এর জন্য নির্ধারণ করা হয়েছে। ঐ দিন বিশ্বের সকল প্রান্তের ব্লগাররা কোন একটি বিশেষ বিষয়ের উপর ব্লগ পোষ্ট প্রকাশ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। | 10月15日是每年的博客行动日,全球博客都在这一天,刊登特定主题的文章,今年主题为贫穷,这项活动希望「改变日常对话、提升意识、推动全球讨论,并增进对特定目标的动力」。 |
3 | এই বছরের জন্য নির্ধারিত বিষয় হলো দারিদ্র্য। | 以下是拉丁美洲部分参与行动的博客。 |
4 | এই প্রচারাভিযানের আশা “নিত্যদিনের আলোচনায় পরিবর্তন আনা, সচেতনতা বৃদ্ধি করা, বৈশ্বিক আলোচনা শুরু করা এবং একটি গুরুত্বপূর্ণ কার্যে গতি আনয়ন করা।” | |
5 | এই প্রচারাভিযানে অংশ নেয়া ল্যাটিন আমেরিকার ব্লগারদের এখানে প্রথম পর্বে তুলে ধরা হয়েছে: প্যারাগুয়ে: | 巴拉圭 |
6 | অসভাল অবাক হচ্ছে কেন তার দেশকে বিশ্বের গরীবদেশগুলোর মধ্যে একটি হিসেবে দৃঢ়তার সাথে র্যাঙ্ক করা হচ্ছে ভেবে । | |
7 | প্যারাগুয়ে সম্পদ এবং সম্ভাবনায় পূর্ণ একটি দেশ। | Osval质疑,为何巴拉圭总是列名全球贫困国家名单中: |
8 | আমাদের তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যার মধ্যে ইটাইপু বিশ্বের মধ্যে বৃহত্তম। আমাদের আছে কৃষির জন্য অনেক অনেক জমি যা বেশ উপযোগী এবং উর্বর, সর্বত্র প্রচুর পানি, আছে সিমেন্ট এবং স্টীল কারখানা। | 巴拉圭充满资源与机会,有三座水力发电厂,包括全球最大的Itaipú电厂;有广大农地,土壤肥沃质佳,各地水源充足,有水泥与钢铁工业,…为什么巴拉圭仍属拉丁美洲贫穷国家? |
9 | সে কারনে …. কেন আমরা ল্যাটিন আমেরিকার দরিদ্র দেশের একটি হিসেবে বিবেচিত হই? | 我真不明白。( …) |
10 | আমি সত্যিই জানিনা। [..] | |
11 | আসন্ন বছরে আমরা নতুন সরকারের সহায়তায় এই সবের মাঝে দেখতে চাই পরিবর্তন। আমাদের কেবল প্রয়োজন ভাল মানুষ, ভাল প্রশাসক, মানুষ যারা কেবল নিজেদের পকেটের কথা নয় বরং প্রকৃতপক্ষে পুরো দেশের লাভের কথা ভাবে। | 我们希望未来几年在新政府协助下,能够完全改变现况,我们只需要好官员,真正关心全国利益的官员,而不是只在乎他们的荷包,为什么我们有三座水力发电厂,却还要用煤气炉! |
12 | আমাদের তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র থাকতে কেনো আমরা গ্যাসের চুলা ব্যবহার করি!! কলম্বিয়া: | 哥伦比亚 |
13 | সানডেল ডায়নাক্যাটস সহ অন্যান্য কলম্বিয়ার ব্লগারদের লিংক দিয়েছে যারা ব্লগ কার্যকরণ দিবসে অংশ গ্রহন করছে। সে (ডায়না ক্যাটস) লিখেছে অনেকেই পার্থিব জিনিস নিয়ে বেশীমাত্রায় বিমোহিত এবং সে কারনে আমাদের উচিৎ যা আমাদের প্রয়োজন নেই তা অন্যদের সাথে ভাগাভাগি করে নেয়ার। | Sandel提供连结至其它参与这项活动的博客[西班牙文],DianaCats提到很多人过度重视物质生活[西班牙文],应该拿出自己不需要的物品转卖他人;Medea Material博客的Juliana Rincón提供来自Andrea的一封电子邮件,Andrea是美德因(Medellín)地区公民媒体计划Hiperbarrio成员,再次发起玩具募集活动,要送给Choco地区的孩童。 |
14 | মিডিয়া ম্যাটিরিয়ালের জুলিয়ানা রিংকন একটি ইমেইল আদান প্রদান করেন ম্যাডেলিন এর সিটিজেন মিডিয়া প্রকল্প হিপারবারিও এর সদস্য আন্দ্রেয়ার সাথে, যে চোকো এর শিশুদের জন্য পুতুল সংগ্রহ প্রচারকার্য পুনরায় সংগঠিত করছে। | |
15 | মেক্সিকো: | 墨西哥 |
16 | জর্জ ল্যানডা মনে করেন ব্লগ কার্যকরণ দিবস নীতি নির্ধারকদের জন্য নয় বরং আত্ম প্রতিফলনের জন্য। | Jorge Landa认为博客行动日不是为了推动政策,而是为自省[西班牙文]: |
17 | আজ আমি কখনই বিশ্বের দারিদ্রতার নিরসনের চিন্তা করিনা, এই পরিবর্তন চাওয়া বাস্তবিকভাবে খুবই সরল চিন্তা, কিন্তু আমি আশা করি আমরা সেই পরিবর্তণের লক্ষ্যে কাজ রাখব যা সেই বাস্তবতার কাছাকাছি অবস্থান করে। | 今天我没想过终结世界贫穷,等待现实状况改变只是太天真,但我希望我能继续努力,让现实更接近于理想。 |
18 | পেরু: | 秘鲁 |
19 | ব্লগ কার্যকরন দিবসের জন্য, মেনস কানাস মনে করেন দারিদ্রতা নিয়ে কথা বলা কঠিন, এইজন্য নয় যে এটির অস্তিত্ব নেই, বরং কোথা হতে শুরু করতে হবে তা জানা নেই। এল উতেরো দা মারতিও জানেন কোথা হতে শুরু করতে হবে এবং মনে করেন কেউ সর্বদা উপস্থিত দূর্ণীতি নামক সমস্যার সাথে এর যোগসূত্র না ঘটিয়ে দারিদ্র নিয়ে কথা বলতে পারেনা । | Menos Canas觉得要讨论贫穷很难,不是因为贫穷不存在,而是不知该从何开始[西班牙文];El Útero de Marita则知道怎么开始,认为人们谈论贫穷时,必然要连结至长久存在的贪污问题[西班牙文]。 |
20 | এল সালভাদর: | 萨尔瓦多 |
21 | স্যামুয়েল ব্রান তার দেশের দারিদ্রতার চিত্র ফুটিয়ে তোলেন: | Samuel Bran反思国内贫穷问题[西班牙文]: |
22 | আমাদের দেশ এল সালভেদরে দারিদ্র একটি বাস্তব সত্য যা আমরা দিনের পর দিন দেখে আসছি। প্রতিদিন আমরা অনেক কঠিন এবং বেদনাদায়ক দৃশ্য দেখি এবং অনেকবার করে যেমন আমি আন্দান্দো আ পাই ( একটি ব্লগ) এ পড়ি তবুও আমার কোন প্রতিক্রিয়া হয় না। | 贫穷在萨尔瓦多是很实际的问题,存在于日常生活中,我们每天都会看到这些痛苦的场景,我常看相关博客,但都没有行动,当我们真正开始思考,花一点时间想想无家可归的人、必须在垃圾堆里觅食的人…我们得想想能为这些同胞做什么,虽然无法拯救所有人,至少不时能帮助一个人,就可以改善这个国家。 |
23 | যখন তুমি সত্যি ভাবতে শুরু করবে এবং গভীর ভাবে ভাবনায় ডুবে যাও খানিকক্ষণ এবং এক মিনিট সময় ব্যয় কর তাদের কথা ভাবতে যাদের কোন বাড়ী নাই অথবা যারা জঞ্জালে খাবার খোঁজে… আমরা তাদের জন্য কি করতে পারি যারা আমাদের সালভাদোরান ভাই এবং যদিও আমরা আমাদের সকল ভাইদের সাহায্য করতে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারব না, আমরা নিদেনপক্ষে একজনকে অল্প সময়ের জন্য সহায়তা তো করতে পারি, যা আমাদের দেশের উন্নয়নে সহায়তা করবে। | |
24 | হন্ডুরাস: | 洪都拉斯 |
25 | সম্পূর্ণ বৈপরীত্য ঘটার দেশগুলোর মধ্যে, হুগো চিঁচিলা পুনরায় মনে করেন ম্যারালের ছোট্ট শহর দেখার কথা এবং ক্ষুধার্থ ও উদ্ভ্রান্ত মানুষের সম্মুখীন হবার কথা। একই সাথে, কত টাকা রাজনীতিবিদরা জাকজমকে ব্যায় করেন ভেবে তিনি অবাক হন এই জেনে যে সতীর্থ দেশবাসী নর নারী ভয়াবহ দুস্থ অবস্থায় আছে। | 在处处充满强烈对比的洪都拉斯,Hugo Chinchilla想起前往Marale这个小镇时,遇到绝望的饥民,他思索政治人物不知花多少钱在奢侈品上,却不顾许多人民生活悲苦;Pensieve博客的Aaron Ortiz找到自己在全球富豪榜上的名次;Laurie则提到一位父亲寻找婴儿配方奶粉的故事。 |
26 | পেনসিভ ব্লগের অ্যারন অরটিজ বিশ্ব ধনীদের তালিকা বিন্যাস করতে নির্দেশ করেছেন এবং লরি শিশুর ফর্মুলা দুধ ক্রয়ে একজন পিতার অক্ষমতার গল্প নিয়ে মন্তব্য করেছেন। | 特别感谢Juliana Rincón提供本文部分连结。 |
27 | এই আর্টিকেলটির জন্যে বিভিন্ন লিংক প্রদানের জন্য জুলিয়ানা রিন্কন এর জন্য রইল বিশেষ ধন্যবাদ। | 校对:Soup |