# | ben | zhs |
---|
1 | পুয়ের্তো রিকোঃ অন্যভাবে সন্ধান করা | 波多黎各:另一种仰望的方式 |
2 | এনরিক আরসে নামের একজন পুয়ের্তো রিকীয় রাস্তা শিল্পী (street artist) এবং আলোকচিত্রী, যিনি আসলান নামে পরিচিত। গত ছয় মাসেরও বেশি সময় ধরে তাঁর (@আসলানটুইট ) ইন্সটাগ্রাম এ্যাকাউন্টে “#পারিবা” (উচ্চমুখী) সিরিজের অংশ হিসেবে বিমানের ছবি পোস্ট করে আসছেন। | 波多黎各有一位街头艺术家兼摄影师Enrique Arce,也就是Twitter上的Aslan (@ASLANTWIT),他先前花了半年以上的时间拍摄了许多飞机的照片并且发表在他的Instagram帐号上,现在这些则是一部分“#parriba”(朝上之意)系列的照片,这个计划期望能透过一个称作“寻找清道夫(Scavenger Hunt)”的挑战与社区合作,详细的资讯则是公告在他的部落格中。 |
3 | প্রকল্পটি একটি “খোঁজার” [স্প্যানিশ] চ্যালেঞ্জ এর মাধ্যমে একটি সম্প্রদায়ের সাথে যুক্ত হতে আগ্রহী, যার বিস্তারিত বর্ণনা তাঁর ব্লগ থেকে জানা যাবে। | |
4 | সিরিজ থেকে নির্বাচিত ছবিগুলো টাইলস প্রতি মুদ্রিত এবং আটকানো হয়। এরপর সেগুলো সান জুয়ান শহর জুড়ে বিভিন্ন দালান ও দেয়ালগুলোতে পেরেক দিয়ে এঁটে দেওয়া হয়। | 系列中选择了部分作品印在瓷砖上或是贴在瓷砖上,然后钉在圣胡安(San Juan)各处的墙壁或是建筑物上,而那些够幸运能第一个找到其中一片瓷砖,并且附上位置与照片给Aslan的人,就能够获得那片瓷砖的复制品,也能保留自行收藏。 |
5 | যেসব সৌভাগ্যবান ব্যক্তি প্রথম এই টাইলসগুলোর মধ্যে কোন একটির সন্ধান পাবে এবং এটির অবস্থান জানিয়ে একটি ছবি পাঠিয়ে দিবে আসলানের কাছে, সে পুরস্কার হিসেবে তাঁর নিজের কাছে রাখার জন্য সেই টাইলসটির একটি অনুলিপি পাবে। | |
6 | গ্লোবাল ভয়েসে প্রকাশিত একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আসলান বলেছেনঃ “প্রথমে আমি কোন নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এগুলো [ছবিগুলো] সংগ্রহ করতে শুরু করি। | |
7 | এরপর ততক্ষন পর্যন্ত আমি এই সিরিজের উপর কাজ করার সিদ্ধান্ত নিই নি যতক্ষণ না আমার মনে হয়েছে, এই অনুসন্ধান একটি ভিন্ন ধরণের শিল্পিসুলভ সৃষ্টিতে পরিণত হতে পারে যা লোকের মনোযোগ আকর্ষণ করবে। | |
8 | এটা দেখতে খুবই আকর্ষণীয় যে, একটি বিমান খোঁজা এবং তার ছবি (অথবা “পা'রিবা”) তোলার মতো একটি সাধারণ ধারনা কীভাবে অনেক মানুষকে আকর্ষণ করে।” নিচে ৬০০ এর অধিক ছবি সম্বলিত বিশাল সিরিজটির মধ্যে আমার প্রিয় দশটি #পারিবা বিমানের ছবি আপনারা দেখতে পাবেন। | 在最近全球之声公布的访谈中,Aslan提到:“我一开始收集(照片)并没有一个明显的动机,一直到我决定开始这一整个系列,因为我发现这个收集的过程能够给予照片本身不同类型的艺术创作,也能吸引别人注意,而看到这么一个只是抬头往上看(或是“p'arriba”),然后拍摄飞机的简单点子竟然能吸引更多人,实在很有趣。” |
9 | সব ছবি শিল্পীর অনুমতি নিয়ে পুনরায় প্রকাশ করা হয়েছে। | 下面我从庞大的系列之中─至今超过600张照片! |
10 | আসলানকে অনুসরণ করুন, যেহেতু তিনি টুইটার ও তাঁর ব্লগের মাধ্যমে আরো ছবি সংগ্রহ করে চলেছেন। | 挑选了10张我最喜欢的# parriba飞机照片,全部重新发表的照片我皆得到艺术家的同意,持续在Alsan继续拍摄更多照片时,追踪他的Twitter还有他的部落格。 |
11 | নিচের চিত্রশিল্পগুলো কিছু শিল্পীর অন্যান্য কাজ দেখানোর জন্য এখানে দেওয়া হলো, যেগুলো আসলানের সংগ্রহশালা ক্রিয়েচারাস এন লিম্বো (লিম্বতে সৃষ্ট) থেকে নেয়া হয়েছে। আরো অনেক চিত্রশিল্প পাওয়া যাবে তাঁর ব্লগে। | 在此也介绍Aslan的其他作品,这些Creaturas en limbo(跳凌波舞的生物)也是他的画作收藏品,更多的作品请参访他的部落格。 |