# | ben | zhs |
---|
1 | লেবানন: মিশরের সমর্থনে বিক্ষোভ | 黎巴嫩:民众声援埃及 |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ লেবাননের রাজধানী বৈরুতে, মিশরীয় দূতাবাসের কাছেই মিশরের বিক্ষোভ প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে এক বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। | 在黎巴嫩首都贝鲁特的埃及大使馆旁,出现声援埃及民众的抗议人群,埃及人民持续反抗已执政30年的总统穆巴拉克(Hosni Mubarak),世界各地都陆续传出各种支持活动。 |
3 | যখন মিশরীয় নাগরিকরা রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে, তখন সারা বিশ্ব থেকে একই ধরনের বিক্ষোভ প্রদর্শনের খবর আসছে। ছবি সহ, বেশ কিছু ধারাবাহিক টুইট বার্তায় টুইটার ব্যবহারকারী নাসসার নামক ভদ্রমহিলা তার পর্যবেক্ষণ ব্যক্ত করেছে। | Twitter用户Angie Nassar发出多项讯息与照片,分享自己在现场观察的情况,大约有150人至200人出席活动,黎巴嫩安全人员在旁严密看守,抗议民众手持埃及和突尼斯国旗。 |
4 | ১৫০ থেকে ২০০ জনের মত সমর্থক এই বিক্ষোভে উপস্থিত হয়। | 她指出: |
5 | যাদেরকে লেবাননের নিরাপত্তা বাহিনী খুব কাছ থেকে পর্যবেক্ষন করছিল। | 有场抗议活动在埃及驻黎巴嫩大使馆前举行。 |
6 | প্রতিবাদকারীদের মিশর এবং তিউনিশিয়া, উভয় রাষ্ট্রের পতাকা উড়াতে দেখা যায়। অ্যানজি টুইট করেছে: | 民众在贝鲁特的埃及大使馆旁声援埃及民众 |
7 | এই মূহূর্তে লেবাননে অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে এক শক্তিশালী বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।http://yfrog.com/hs5v3nj | 她之后表示: |
8 | মিশরীয় বিক্ষোভকারীদের সমর্থনে বৈরুতের মিশরীয় দূতাবাসের কাছেই লেবাননের বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। | 黎巴嫩安全人员站在铁丝网后,准备处理埃及大使馆前爆发任何事件。 |
9 | এই ঘটনার ফলাফল জানিয়ে পরবর্তী টুইটে সে উল্লেখ করেছে: | 安全人员警戒状态 |
10 | লেবাননের নিরাপত্তা বাহিনী তারকাঁটার পেছনে দাঁড়িয়ে প্রস্তুত হয়েছিল, লেবাননের এই মিশরীয় দূতাবাসের সামনে যেন জনতার কোন বিস্ফোরণ না ঘটে। http://yfrog.com/h8cy8lbj | 为证明自己的论点,她提到: |
11 | নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। | 水车正对准埃及驻黎巴嫩大使馆前的抗议人群。 |
12 | এবং তার যুক্তিকে প্রমাণ করার জন্য তিনি এর সাথে যোগ করেছেন: | 对准抗争民众的水车 |
13 | মিশরীয় দূতাবাসের সমানে প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছে#লেবানন, এ সব কিছু এখনই ঘটছে।http://yfrog.com/h4wo6rrj প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছে | 人民高喊的口号针对埃及总统穆巴拉克(Hosni Mubarak)及美国: |
14 | এনজি জানাচ্ছে, প্রতিবাদকারীরা মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারাক এবং যুক্তরাষ্ট্র, উভয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে: | 黎巴嫩抗议群众大声反对穆巴拉克成为美国人的工具。 |
15 | লেবাননের প্রতিবাদকারীরা যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হবার কারণে #মুবারকের বিরুদ্ধে স্লোগান দেয়। | 黎巴嫩居民高呼反穆巴拉克口号 |
16 | তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় এই আওয়াজ তোলে। http://yfrog.com/hs56448414j লেবাননের বিক্ষোভকারীরা মুবারক বিরোধী স্লোগান প্রদান করছে। | 她的最近讯息指出,抗议人数正逐渐提高,估计已增至300人。 |
17 | তার সাম্প্রতিক টুইটে সে জানাচ্ছে যে, প্রতিবাদকারীরা সংখ্যায় বাড়ছে, এখন বিক্ষোভকারীদের সংখ্যা ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। | 埃及大使馆前的人数明显增加,估计有300人。 |
18 | দেখা যাচ্ছে #লেবানন-এর #মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর সংখ্যা প্রায় ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। | 校对:Soup |