# | ben | zhs |
---|
1 | মরোক্কো: আগহ্যারাস-এর নতুন ছবি ব্লগ | 摩洛哥:Agharass的摄影博客 |
2 | মরোক্কোর ব্লগার আগহ্যারাস তার চমক তৈরি করা ব্লগ (ইলেকট্রিক ব্লগ)-এর জন্য পরিচিত যেখানে তিনি প্যালেস্টাইন থেকে পপ সংস্কৃতির মত বিভিন্ন বিষয় নিয়ে লেখা পোস্ট করে থাকেন (ফরাসী ভাষায়)। | |
3 | তিনি প্রায়শই তার নিজস্ব ছবি সহযোগে নিজের ব্লগ প্রস্তুত করে থাকেন। সম্প্রতি আগহ্যারাস একটি ছবি ব্লগ চালু করেছে, যার শিরোনাম পোর্টফোলিও ডে আগহ্যারাস! | 来自摩洛哥的Agharass博客内容相当丰富,主题从巴勒斯坦到流行文化皆有,通常还会搭配自己拍摄的照片。 |
4 | প্রলুব্ধ করার মত প্রথম পাতায় সারা মরোক্কোর বিস্ময়কর সব ছবির প্রদর্শনী রয়েছে, যেন তা বর্ষ পঞ্জিকার (ক্যালেন্ডার) মত গুছিয়ে প্রদর্শন করা হয়েছে, যে কোন প্রদর্শিত ছবিতে ক্লিক বা প্রবেশ করলে, তা দর্শকদের নিজস্ব এক জগতে নিয়ে যাবে। যেখানে বিষয়ের পুরো ব্যাখ্যা এবং তার সাথে নানা উদ্ধৃতি রয়েছে। | 他最近建立新的摄影博客,名称为Portfolio de Agharass!,首页相当吸引人,展示来自摩洛哥各地的美丽照片,排列方式如同日历,只要点选一张照片,就能连结至个别页面,提供背景说明与相关引言。 |
5 | ২২ জুলাই ব্লগে যে ছবিটি প্রকাশিত হয়েছে তা এক তরুণ বিক্রেতার ছবি, যে সমুদ্রের তীরে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে জোসেফ কনরাড, ফার্নান্ড ভানডেরাম ও ক্রিস্টোফার দেজুর এর বাণী রয়েছে, যার সাথে নীচের উদ্ধৃতিটি রয়েছে: | 7月22日的照片里,拍摄在海滩上的年轻售货员,搭配Joseph Conrad、Fernand Vandérem、Christophe Dejours的引言,包括以下这段: |
6 | মানবতা নিজেই একটা অবস্থা বা শর্ত যা প্রতিষ্ঠানিক শ্রমের যুক্তির মধ্যে দিয়ে উৎপাদনশীলতার অস্তিত্ব তৈরি করে, একটি মানুষ একই “চামড়ার” মধ্যে দৃশ্যমান, একই মনের কাঠামোয় গাথা। কাজের পরিবেশে যার ব্যক্তিত্ব অনুপস্থিত, জীবনের ক্ষেত্রে সে ব্যক্তিত্ব বর্জিত। | 人性已受到组织劳动规则制约,要成为具有生产力的个体,故在生产链之外,人类仍保有相同的「外表」、相同的心境,在工作时欠缺个性,在人生亦然。[ |
7 | [ক্রিস্টোফার দেজুর]। আগহ্যারাস এর ব্লগের অন্য পাতায়, নীচের ব্যাখ্যাটি দৃশ্যমান: | Christophe Dejours] |
8 | ছবির ক্ষেত্রে খুব সরল উৎসাহ, এটাই পৃথিবীর প্রতি আমার দৃষ্টিভঙ্গি যা একরঙা এবং নানা রঙের তোলা ছবির (স্ন্যাপশটের) মাঝে আকৃতি লাভ করছে। | |
9 | ছবি আমাকে সব সময় জীবন অতিক্রান্ত করার অবিস্মরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরতে সাহায্য করে, একটা স্ন্যাপশট যা সব সময় আমার কাছে রয়েছে। আমার লক্ষ্য!? | 博客作者页面上,有这么一段话: |
10 | আমার তোলা ছবিতে (স্ন্যাপশটে) আমি যে সৌন্দর্য ধারণ করি তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। ছবি তোলার ক্ষেত্রে আমার আগ্রহ বা ধৈর্য্য আমার প্রথম এবং সব সময় শট ধরার, যা রঙ, আলো এবং প্রতিফলনের সমন্নয়! | 我是个单纯的摄影爱好者,认为世界会在单色与彩色照片中成型,摄影总是让我的生命片刻变得不朽,照片永远能陪伴着我,我的目标? |
11 | নিখুঁত ছবি সেটি, যা একটা ঘটনার ভেতরের দিকটি তুলে ধরে, যা সত্যিকার অর্থে কেবল চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার কেবল সত্যিকার অর্থে জানতে পারে। | 希望照片能捕捉极致美感,我盼望作品能记录斑斓色彩、光影与折射! |
12 | ছবির পোর্টফোলিও বা তালিকার এবং আগহ্যারাসের ফ্লিকার পাতার ছবির দিকে এক নজর তাকালে যে কারো ধারণা হবে ক্যামেরার পেছনের মানুষটি অপেশাদার নয়। | |
13 | এখানে তার কিছু নমুনা প্রদান করা হল: | 最完美的照片莫过于将故事深度浓缩于一张影像中。 |
14 | এই ছবির লেখাগুলো পড়ুন। “থামা নয়”। | 但若浏览他的作品集及Flickr相簿,就明白掌镜者绝非业余,以下为范例: |
15 | ছবির শিরোনাম বলছে “ সেত ইনট্রাদিত এ পিস সে তুত!(“ এটা নিষিদ্ধ এবং এটা আসলে তাই!”) | 门上写着「禁停」,照片说明则为「就是禁止!」 |
16 | “আর্ট পপুলারে এত বৈশ্বয়িকতা…!( | 「流行艺术与世界…!」 |
17 | পপ আর্ট এবং সর্বজনীনতা…!”) মরোক্কোর মারাকেশের কুতুবিয়া মিনার, গোধূলি বেলায়। | Agharass的照片均置于Flickr网站,依据创用CC授权使用 |
18 | ফ্লিকারের আগহ্যারাসের ছবি সহজলভ্য, সকল ছবি ক্রিয়েটিভ কমন্স ২. | Agharass的照片均置于Flickr网站,依据创用CC授权使用 |
19 | ০ জেনেরিক লাইসেন্সের অধীনে লাইসেন্সকৃত। | 校对:Soup |