# | ben | zhs |
---|
1 | উগান্ডা: রাজনীতিবিদের উপর পুলিশী যৌন-লাঞ্ছনার প্রতিবাদে ব্রা পরে বিক্ষোভ | 乌干达:抗议警察性骚扰政治家 |
2 | এমাসের প্রথম দিকে উগান্ডাতে এ৪(ফর)সি (পরিবর্তনের জন্যে সামাজিক কর্মী) নিষিদ্ধ করা হলে এক্টিভিস্টসরা এর নতুন নাম দেয় “৪(ফর)জিসি” যার মানে হলো “ঈশ্বর এবং আমার দেশের জন্যে” (উগান্ডার সরকারি নীতিবাক্য)। | 乌干达在不久前禁止了A4C(Activists for Change,争取改变的行动主义者),之后成员将名称改为4GC,即For God And My Country(为了主和我的国家,此句为乌干达的国家格言)。 |
3 | নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বিরোধীদলীয় নেতা ৪(ফর)জিসি সদস্য কর্ণেল ড. | 成员包括主要的在野党人物吉萨. 比西吉将军、马西亚斯. |
4 | কিজ্জা বেসিগিয়ে, ম্যাথিয়াস ম্পুউগা, ইনগ্রিড তুরিনাওয়েসহ আরও অনেকে সারা দেশে সমাবেশ আয়োজন অব্যাহত রাখেন। | 普加议员、樱葛莉. 图玲娜葳女士等 等,他们持续在乌干达进行示威游行。 |
5 | এবারের সমাবেশটি ২০শে এপ্রিল, ২০১২ শুক্রবার কাম্পালার নানসানা'তে অনুষ্ঠিত হয়েছিল। | 事情发生在2012年4月20日星期五的集会,于首都坎帕拉的Nansana。 |
6 | গণতান্ত্রিক পরিবর্তনের ফোরামের জন্যে মহিলা লীগের চেয়ারপারসন এবং উগান্ডার মুখ্য মহিলা রাজনীতিবিদ ইনগ্রিড তুরিনাওয়ে সভাস্থলে আসার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করতে আসে। | 担任“民主改革论坛妇女联盟”主席的樱葛莉. 图玲娜葳女士,同时也是乌干达一位重要的女性政治人物。 |
7 | তাদের একজন ইচ্ছাকৃতভাবে তার ডান স্তন ধরে চাপ দিতে শুরু করে। | 当她出现在集会现场时,警察立刻将她逮捕,过程中一位警察故意将手放在她胸部。 |
8 | তার প্রতি একজন পুলিশ কর্মকর্তার (এই) যৌন-লাঞ্ছনা দেখিয়ে এনটিভি উগান্ডা একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করলে উগান্ডাবাসীরা তাদের ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। | 乌干达国家电视台(NTV Uganda)播放性骚扰片段后,民众都感到相当愤怒。 樱葛莉. |
9 | ইনগ্রিড তুরিনাওয়ে যৌনভাবে লাঞ্ছিত হচ্ছেন। | 图玲娜葳遭到性骚扰的影像,由乌干达每日影像提供 |
10 | উগান্ডার সৌজন্যে | 乌干达警方发言人伊比恩. |
11 | উগান্ডার পুলিশের মুখপাত্র ইবনে স্যেনকুম্বি উপস্থিত হয়ে অভিযোগ অস্বীকার করে বলেন যে একজন মহিলা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কাজটি করেছেন। | 圣康比出面否认这项指控,他说逮捕图玲娜葳的是一名女性警官。 |
12 | এর ফলে এনটিভি জনগণকে পরিষ্কারভাবে দেখানোর জন্যে ধীর গতিতে ভিডিও ফুটেজটি প্রদর্শন করে। | 此言促使电视台用慢动作播放片段,让大家都能看清楚。 |
13 | ঘটনাটির পরে নারী এক্টিভিস্টরা প্রকাশ্যে তাদের ব্রা পর্যন্ত বিবস্ত্র হয়ে মহিলা রাজনীতিবিদদের বিরুদ্ধে পুলিশের নৃশংসতার প্রতি ক্রোধ এবং নিন্দা জানায়। | 这件事情发生后不久,一群女性行动者脱下上衣走上街头,表达她们对警察野蛮举动的愤怒和不满。 |
14 | শেষ পর্যন্ত তাদের ছয়জনকে গ্রেপ্তার এবং আটক করা হয়। | 最后有六个人遭到逮捕收押。 |
15 | উগান্ডার কমিউনিটি টুইটারে ঘটনাটি সম্পর্কে রাগান্বিত প্রতিক্রিয়া ব্যক্ত করে: | 乌干达民众在推特上表示对此事件的愤怒: |
16 | @তুসিমেস্যামসন বলেছেন: | @TusiimeSamson说道: |
17 | @তুসিমেস্যামসন: #ইনগ্রিডতুরিনাওয়ে বনাম @উগান্ডাপিএফ কাণ্ড দেখার পর আমার মনে হয় তাবৎ বিশ্বের #এমিনবারোরা পুলিশে যোগ দিতে চাইবে। | 看过@ugandapf和#IngridTurinawe的大战之后,我觉得#EminBaro会想要加入警方。 |
18 | করুণ দৃশ্য। | 可悲的景象。 |
19 | @গ্যাব্রিয়েলগুদা মনে করেন: | @dukedanny4认为: |
20 | @ডিউকড্যানি৪: আসলেই ইতিহাস নিজের পুনরাবৃত্তি করে। | 历史再度重演了。 |
21 | হঠাৎ করেই আমরা ১৯৭০-এর এবং ১৯৮০ দশকের প্রথমে ফিরে যাচ্ছি। | 我感觉我们好像突然间回到70年代和80年代初期一样 |
22 | #বর্বরতা #ইনগ্রিডতুরিনাউয়ে # উগান্ডা | 女性行动主义者脱去上衣抗议而遭到逮捕。 |
23 | নারী এক্টিভিস্টরা ব্রা পর্যন্ত বিবস্ত্র হয়ে প্রতিবাদ জানাচ্ছে। | 照片由urbanlegendkampala.com提供 @Ugandanet询问: |
24 | ছবি urbanlegendkampala.com এর সৌজন্যে | 如果他们在公共场所这么对樱葛莉. |
25 | @উগান্ডানেট প্রশ্ন করেছে: | 图玲娜葳,想想在无人的场合他们会怎么对待其他女性? |
26 | @উগান্ডানেট: যদি তারা ইনগ্রিড তুরিনাউয়ের প্রতি প্রকাশ্যে এটা করতে পারে, তবে চিন্তা করুন কেউ দেখলে তারা অন্য মহিলাদের প্রতি কী করে? | @pmagelah对乌干达警方说: 拜托@ugandaupf别再用“逮捕#IngridTurinawe的是女警”这个藉口了,事实就是,这是一桩性暴力事件。 |
27 | #উগান্ডা #ইনগ্রিডতুরিনাউয়ে | @IsNyaga认为警方的暴行让樱葛莉往总统之路迈进: |
28 | @পিমাগেলাহ উগান্ডার পুলিশকে বলেছেন যে: | #dearMuseveni你让#ingridturinawe变成你的竞争对手了。 |
29 | @পিমাগেলাহ #ইনগ্রিডতুরিনাউয়ে'কে গ্রেপ্তারকারীরা মহিলা যে ছিল, @উগান্ডাপিএফ-এর এই অজুহাত দেখানো বন্ধ হোক। | @pmagelah要求逮捕性骚扰的警官: |
30 | এতে কিছু পরিবর্তন হবে না, এটা শেষ পর্যন্ত যৌন সহিংসতাই থেকে যাবে | 猥亵攻击一名妇女就是犯罪。 |
31 | @ইজন্যায়াগা মনে করেন পুলিশের নৃশংসতা ইনগ্রিডের রাষ্ট্রপতিসম মর্যাদা সৃষ্টি করেছে: | 乌干达警方必须立刻逮捕并且控告这个性骚扰#Ingrid#Turinawe的警察。 |
32 | @ইজন্যায়াগা: #প্রিয়মুসেভেনি আপনি শুধু #ইনগ্রিডতুরিনাউয়ে'কে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী বানিয়ে দিন। | @joydoreenbiira提到性骚扰的警察遭停职: |
33 | @পিমাগেলাহ ইনগ্রিডকে লাঞ্ছনাকারী কর্মকর্তাটিকে গ্রেপ্তার করার অনুরোধ করেছেন: | 据说袭击IngridTurinawe的警察被停职了,我要证据。 |
34 | @পিমাগেলাহ: একজন মহিলার অশোভন আক্রমণ একটি অপরাধ। | 从2011年以来,在野党领袖们以及其支持者就持续举行公开集会和抗议活动。 |
35 | উগান্ডার পুলিশের অবশ্যই তাদের লাঞ্ছনাকারী কর্মকর্তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত করা উচিৎ #ইনগ্রিড# তুরিনাউয়ে#উগান্ডাপুলিশথামাও | 受到北非革命的影响,乌干达在野党团体抗议高涨的燃料和食品价格,并呼吁住在乌干达城市的民众走路去上班。 |
36 | @জয়ডোরিনবীরা ইনগ্রিডকে লাঞ্ছনাকারী পুলিশ কর্মকর্তাটিকে বরখাস্ত করা সম্পর্কে টুইট করেছেন: | 备注:1. |
37 | @জয়ডোরিনবীরা: #ইনগ্রিডতুরিনাউয়ে'কে লাঞ্ছনাকারী #উগান্ডাপুলিশকর্মকর্তা'টিকে যৌন লাঞ্ছনার অভিযোগে বরখাস্ত করা হয়েছে; আমার এটার প্রমাণ দরকার #কুডবিভার্বাল | 第一位推特网友@TusiimeSamson所说的Emin Baro曾经在乌干达性侵过约50名的孩童。 |
38 | বিরোধীদলীয় নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকরা উগান্ডা ২০১১ সাল থেকে হয়েছে জনসমাবেশ এবং বিক্ষোভ করে আসছে। | 详情请见Emin Baro简介 |
39 | উত্তর আফ্রিকা বিপ্লবে অনুপ্রাণিত হয়ে উগান্ডার বিরোধী দলগুলো শহুরে কেন্দ্রগুলোতে কাজের জায়গায় হেঁটে যাওয়ার সময় উগান্ডাবাসীদের ডেকে ডেকে জ্বালানি এবং খাদ্যের উচ্চমূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মঞ্চস্থ করছে। | 2. 第六位网友@IsNyaga说到的Museveni就是乌干达当今总统,从1986年担任总统到现在。 详情请见Wikipedia |