# | ben | zhs |
---|
1 | যুক্তরাজ্য: ইরাকী সমকামী সম্প্রদায়ের নেতার অগ্রাধিকার ভিত্তিতে করা রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন প্রত্যাখান করা হয়েছে আলি হিলি ইরাকের মহিলা ও পুরুষ সমকামী, উভয়লিঙ্গ ও লিঙ্গ পরিবর্তনকারী সম্প্রদায় (এলজিবিটি)-এর নেতা। | 英国:伊拉克同志领袖申请庇护受阻 |
2 | সম্প্রতি যুক্তরাজ্য সরকার তাকে বলেছে যে, অগ্রাধিকার ভিত্তিতে করা তার রাজনৈতিক আশ্রয় লাভের আবেদনকে প্রাধান্য দেওয়া হবে না, যদিও জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক দূতাবাসের (ইউএন হাই কমিশন ফর রিফিউজি) প্রধান হিলির আবেদনকে “বিশেষ বিবেচনায়” দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন, বিশেষ করে “ঝুঁকির মধ্যে” বাস করে জনগোষ্ঠীর একজন হিসেবে। হিলির আবেদন, যা তিন বছর ধরে পড়ে আছে, এর কারণে তিনি বাইরে কোথাও যেতে পারেন না এবং এর ফলে তার সমর্থকরা বলছেন. | 希里(Ali Hili)为伊拉克一个同性恋、双性恋与跨性别(LGBT)团体领导人,虽然联合国高级难民总署建议让这些「高风险」人士获得「优先考量」待遇,但英国政府仍告知希里,他的庇护申请案不会列入优先名单中。 |
3 | তার এই আবাসনের চেষ্টা ইরাকের সমকামী (এলজিবিটি) সম্প্রদায়ের অবস্থানকে তুলে ধরার প্রচেষ্টা। ২০০৩ সালে লন্ডন ভিত্তিক একটি দল এই নিয়ে প্রচারণা শুরু করে। | 他的申请案已延宕三年未解决,让他无法自由旅行,也无法积极推动他在2003年于伦敦成立的团体「伊拉克LGBT」。 |
4 | “ইরাকের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য হিলি আন্তর্জাতিক পর্যায়ে অনেক অনুরোধ লাভ করেছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দল গে লিবারেশন নেটওয়ার্ক ও ইন্টারন্যাশনাল গে এন্ড লেসবিয়ান হিউম্যান রাইটস ক্যাম্পেইন (পুরুষ ও মহিলা স্বাধীনতাকামী সমকামী যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক পুরুষ ও মহিলা সমকামী মানবাধিকার প্রচারণা সংস্থা), তিনি এসব অনুষ্ঠানে যেতে পারছেন না”। | |
5 | প্প্রচারণার সাথে যুক্ত ব্যক্তিরা এই তথ্য জানাচ্ছেন। হিলির আইনজীবী যুক্তরাজ্যের বোর্ডার এজেন্সিতে ২০০৯ সালে লিখেছে, “তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য প্রচণ্ডভাবে এই সমস্ত কাজে অংশ নিতে (ভ্রমণ করতে) চান, যাতে ইরাকের সমকামী নারী ও পুরুষদের সমর্থন করা এবং তাদের দুর্দশার প্রতি সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করা যায়”। | 该团体成员表示:「国际上许多人邀请希里前往说明伊拉克的情况,例如美国的『同志解放网络』、『国际同志人权运动』等,但他都无法成行」。 |
6 | গত ছয় বছরে ইরাকে প্রায় ৭০০ জনের মত সমকামী ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই তথ্য জানাচ্ছে ইরাকের সমকামী সম্প্রদায়। ইরাকের ভেতরে হিলির বিরুদ্ধে একটি ফতোয়া জারী করা হয়েছে। | 希里的代表律师于2009年致函英国边境署写道:「他非常希望这次能够出国,以促进这个的组织的目标,支持伊拉克同性恋者,并让世界注意到他们的苦难」。 |
7 | পিঙ্ক নিউজ -এর পেছনের আরো বিস্তারিত সংবাদ এই লিঙ্কের মাধ্যমে পল কানিং-এর একটি মন্তব্যের মধ্য দিয়ে তুলে ধরছে , যিনি একজন পুরুষ সমকামী অধিকার কর্মী (গে রাইটস এক্টিভিস্ট) ও এলজিবিটি এসাইলাম নিউজ ওয়েবমাস্টার (সমকামী রাজনৈতিক আশ্রয় বিষয়ক সংবাদের ওয়েবমাস্টার), কানিং বলেন: | 「伊拉克LGBT」指称,过去六年共有超过700名伊拉克同志遭到杀害,该国国内亦对希里发出格杀令。 |
8 | এটা শোনার পর অনেক ব্যক্তি ধাক্কা খেতে পারেন, কিন্তু ইরাক থেকে যে সমস্ত সমকামী ব্যক্তি বের হয়ে এসেছে তাদের কথা যদি শুনেন- তা হলে জানবেন, সাদ্দামের সময় তারা সেখানে ভালো ছিল। নভেম্বর ২০০৯ -এ গে উইদাউসট বর্ডার্স (সীমান্ত বিহীন পুরুষ সমকামীর দল) ব্লগ ইরাকের পুরুষ ও নারী সমকামীদের অবস্থা জানানোর জন্য ইরাকের সমকামীদের পরিস্থিতি প্রকাশ করে। | 在Pink News网站上,同志人权份子与「同志难民新闻」网站负责人Paul Canning提供更多背景说明: |
9 | ইরাকে ইন্টারনেট ব্যবহার নতুন শিকারকে চিহ্নিত করার এক মাধ্যম, আধা সামরিক বাহিনীর সদস্যরা এখন কম্পিউটার বিশ্লেষকদের নিয়োগ দিচ্ছে, যাতে তারা এই অঞ্চলে পুরুষ সমকামীদের সাক্ষাৎ (ডেটিং) পায় ও ওয়েবসাইটে তাদের যোগাযোগ ব্যবস্থাকে চিহ্নিত করা যায়। | 如果你询问已逃出国外的伊拉克同性恋者,可能会令各位感到意外,他们普遍认为海珊(Saddam Hussein)统治时代的生活较好。 |
10 | তারা ইন্টারনেট ক্যাফের মালিকদের সাথে কাজ করে, যাতে যে সমস্ত ব্যক্তি সব সময় এই সব সাইটে প্রবেশ করে তাদের চিহ্নিত করা যায় এবং তাদের প্রলুব্ধ করার জন্য ভূয়া পরিচয় তৈরি করে। | 2009年11月,「无疆界同志」博客刊登「伊拉克LGBT」组织对伊拉克同志生活的描述内容: |
11 | এই সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও, যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি বা ইউকেবিএ (ইউকেবিএ-যুক্তরাজ্যের সীমান্ত, অভিবাসন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অংশ ), হিলির আবেদনের গুরুত্বকে অস্বীকার করার ক্ষেত্রে বলছে: | 民兵成员运用网络猎捕受害人,聘雇电脑分析师监控区域内的同志交友及社群网站流量,也和网咖业主合作,找出时常浏览这些网站的使用者,再建立假帐户把这些人骗出来。 |
12 | • হিলি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সমস্ত প্রমাণপত্র দাখিল করেছেন তা “গ্রহণযোগ্য নয়” | 尽管面对上述风险,英国边境署拒绝优先处理希里申请案的原因包括: |
13 | • ফতোয়া জারি করার [হিলির বিরুদ্ধে] মানে এই নয় যে হিলি, “পরিষ্কারভাবে ও তৎক্ষণাৎ নাজুক শ্রেণীতে অবস্থান করছে” • হিলির রাজনৈতিক আশ্রয় লাভের সিদ্ধান্ত প্রদানে দেরি হবার কারণ (জুলাই, ২০০৭ থেকে এটি আটকে রয়েছে) তা “নিজস্ব ক্ষেত্রে কোন বিশেষ ব্যতিক্রম ঘটনা নয়” | 摄影通讯社Demotix有张希里在伦敦抗议的照片,并高举「伊拉克LGBT」组织网址http://bit.ly/alihili。 |
14 | • তার ঘটনা “জোরালো নয়” ফটো এজেন্সি ডেমোটিক্স-এর, একটি ছবি এখানে রয়েছে, যেখানে হিলি তার ঘটনা নিয়ে লন্ডনে প্রতিবাদ করছে, তার প্রচারণার জন্য তৈরি করা সাধারণ এক লিঙ্কে তা প্রদর্শন করা হচ্ছে:এচটিটিপি://বিট. | 针对想帮助希里上诉的英国民众,「伊拉克LGBT」也提供建议:例如写信给内政部长、首相、国会议员等。 |
15 | এলওয়াই/আলিহিলি ইরাকের সমকামী সম্প্রদায়ের বৃটেনের নাগরিকদের জন্য কিছু পরামর্শ রয়েছে, যারা দরখাস্ত নাকচ হয়ে যাওয়ার বিরুদ্ধে হিলির আবেদনের ক্ষেত্রে সাহায্য করতে ইচ্ছুক: যেমন, উদাহরণ হিসেবে বলা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং নাগরিকদের নিজস্ব এলাকার সংসদ সদস্যদের কাছে এই বিষয়ে লেখা। | 对于海外民众,该组织希望各国政治人物及团体发函邀请希里前往,因为他在目前处境下无法出国,藉以让人们注意到此事。 |
16 | যারা যুক্তরাজ্যের বাইরে বাস করে তাদের ক্ষেত্রে এই প্রচারণার পরামর্শ হল রাজনীতিবীদ ও সংগঠকরা যেন হিলিকে তাদের দেশে আসার জন্য আহ্বান জানায় (বর্তমান পরিস্থিতিতে যে আহ্বানে সে সাড়া দিতে পারবে না) এবং এই সব অনুরোধ জনতার গোচরে আনা। | 除此之外,各位也可以加入连署,要求英国政府及内政部加速处理他的案件。( |
17 | ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদান করা দরখাস্তের উপর সমর্থনসূচক মন্তব্য সংগ্রহ করা হচ্ছে, যেখানে যুক্তরাজ্যের সরকারকে আহ্বান জানানো হয়েছে যেন তারা এই আশ্রয় প্রদান প্রক্রিয়াকে ত্বরান্বিত করে (লেখার সময় এর নিচে কেবল ৬০০ টি নাম ছিল)। | 本文英文版发表时,连署人数不到600人)。 |
18 | দরখাস্তে স্বাক্ষর করা একজন পল এলেন, তিনি বলেছেন: | 一位连署民众Paul Allen表示: |
19 | যে সমাজ আপনাকে হুমকি প্রদান করে, সেখানে কি আপনি লম্বা সময় বাস করতে চান, যে সমস্ত ব্যক্তি আপনাকে ভয় দেখায়, ঘৃণা করে এবং আঘাত করে, ধর্মের মাধ্যমে, তাদের মাঝে? | 若社会依据宗教因素,以恐惧、仇恨和暴力对待你,你还想继续生活在这种社会吗? |
20 | রন এডিসন এর সাথে সাধারণভাবে কেবল যোগ করেছেন: | 另一位连署者Ron Addison只写道: |
21 | আপনাদের লজ্জিত হওয়া উচিত, আবেদনটিকে এখনই আলাদা করে ফেলুন। | 政府真是丢脸,立即解决此事。 |