Sentence alignment for gv-ben-20110129-15213.xml (html) - gv-zhs-20110130-7345.xml (html)

#benzhs
1ইরান: মিশরের গণ জাগরণ তীব্রভাবে ইরানের গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।伊朗:看着埃及,回想自己
2সম্প্রতি মিশরের প্রতিবাদ বিক্ষোভে এবং একটিভিস্টদের সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করার বিষয়টি কয়েকজন ইরানী নাগরিককে, ২০০৯ সালে ইরানে রাষ্ট্রপতি নির্বাচন উত্তর “গ্রীন মুভমেন্ট” নামক আন্দোলনের কথা তীব্রভাবে স্মরণ করিয়ে দিচ্ছে।
3রাস্তায় বিক্ষোভ দমন এবং অনলাইনে সেন্সরশিপ প্রথা বলবৎ করার ক্ষেত্রে দৃশ্যত মিশরীয় সরকার ইরানের পদক্ষেপ অনুসরণ করছে।在许多伊朗博客眼中,埃及抗争及民众使用社会媒体的情况,都让人想起伊朗在2009年大选前的“绿色运动”。
4ইরান এবং মিশরের নাগরিকদের কি ভাবে ফেসবুক প্রচারণা, বিক্ষোভ সংগঠিত করতে সাহায্য করেছে, ভিওনা তার তুলনা করছে এবং ভদ্রমহিলা বলছে, মিশরে স্বৈরশাসক বিরোধী আন্দোলনকে বেগবান হতে দেখে তিনি আনন্দিত [ফারসী ভাষায়]।
5সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষদের জন্য গ্রীন ওয়েভ নামক আন্দোলন ছিল এক শিক্ষা।就街头镇压及網絡箝制,埃及政府显然跟随伊朗政府过去的步伐。
6এই বিক্ষোভ চলতে থাকার ক্ষেত্রে সে অনেক আশা নিয়ে লিখছে যে, “আমাদের শহীদের রক্ত বৃথা যাবে না” । কৌতুহলের বিষয়, ইরানের ব্লগ গ্রীন রিফর্মআগস্ট ২০১০-এ ভবিষ্যদ্বাণী করেছিল যে এ রকম কিছু ঘটতে যাচ্ছে [ফারসী ভাষায়]।Viona对比伊朗及埃及民众建立Facebook群组号召示威的经验,也乐见埃及反独裁运动声势看涨,她很期待抗争持续下去,会发生什么情况,“伊朗绿色运动可供全球热爱自由者做为经验,我国烈士的鲜血没有白流”。
7মিশর গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। মুবারকের শাসন দুর্বল হয়ে পড়েছে এবং জনতার ক্ষোভ ক্রমশ বাড়ছে।令人好奇的是,伊朗博客Green Reform去年八月便预测埃及抗争将发生:
8দেশটির ৩০ শতাংশ নাগরিক বেকার। ইন্টারনেট এবং ফেসবুক মিশরের রাজনৈতিক জীবন এবং নাগরিক সামাজের মধ্যে নতুন দল তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে।埃及正向民主一步步迈进,政权已百病缠身,人们不满日增,全国三成民众失业,網絡和Facebook是埃及政坛及社会新团体的工具。
9ইরানগ্রীনরেভ্যুলিউশন বলছে [ফারসী ভাষায়]: …মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ক্রমশ এগিয়ে যাচ্ছে।Irangreenrevolution表示:
10তিউনিশিয়ার গণ জাগরণের ধাক্কা এখন মিশর আর ইয়েমেনে এসে লেগেছে। ইরানের গ্রীন মুভমেন্টের নেতার কেন নীরব রয়েছে?…民主正在中东不断推进,突尼斯社会抗暴蔓延至埃及和也门,为何伊朗绿色运动领袖仍然沉默?
11জনতা ইরানের ইসলামিক এই শাসন ব্যবস্থাকেও অপসারণ করতে সক্ষম।民众也能推翻伊朗的伊斯兰政权。
12ইরানের আরেকজন ব্লগার তেওয়াত্তার বলছে [ফারসী ভাষায়]:Tweatter认为:
13তিউনিশিয়া এখন মুক্ত এবং শীঘ্রই মিশর এবং ইয়েমেন মুক্ত হয়ে যাবে। ওই সমস্ত দেশের বিরোধী নেতা এবং জনতা একই একই শব্দ উচ্চারণ করেছে।突尼斯已自由,埃及和也门也离自由不远,这些国家的在野领袖及群众都有志一同,但“政府改革派”先前却破坏了伊朗的抗争运动。
14“প্রতিষ্ঠান সংস্কারপন্থীরা” ইরানের প্রতিবাদ আন্দোলনের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। এদিকে কিছু ইসলামিক প্রজাতন্ত্রপন্থী ব্লগার, যেমন দোনইয়ায়ে সায়াসাত, মিশরে মুসলিম ব্রাদারহুডের ভূমিকার উপর মনোযোগ প্রদান করেছে।Donyaye Syasat等伊朗亲政府博客则着重于,穆斯林兄弟党(Muslim Brotherhood)在埃及扮演什么角色,他转载一段穆斯林兄弟党领袖Ibrahim Munir的访谈画面,这位领袖表示,埃及情况已经太糟,军方挡不住人民。
15সে ফারসী ভাষায় ইব্রাহিম মুনিরের এক সাক্ষাৎকার তুলে ধরছে। ইব্রাহিম মুনির মিশরে মুসলিম ব্রাদারহুড নামক দলের অন্যতম এক নেতা।伊朗热门網絡社群Balatarin中,也有许多国际新闻相关连结,关心埃及抗争情况。
16তিনি বলেছেন, মিশরের পরিস্থিত এতটাই খারাপ যে, তিনি মনে করেন না সরকারের সামরিক বাহিনী, লোকজনকে দমাতে পারবে।校对:Soup
17ইরানের এক জনপ্রিয় ওয়েব কমিউনিটির নাম বালাতারিন, সেখানে মিশরের প্রতিবাদ আন্দোলনের উপর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অজস্র লিঙ্ক প্রদান করা হয়েছে।