Sentence alignment for gv-ben-20090711-4108.xml (html) - gv-zhs-20090705-3139.xml (html)

#benzhs
1দক্ষিণ আফ্রিকা: সরকার, ধর্মঘটকারী ডাক্তার আর ইউনিয়নের মধ্যে সম্পর্কের টানাপোড়েন南非:政府、医生与工会的三方风暴
2গত কয়েক মাস ধরে একটা ঝড়ের উদ্ভব হয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য সেবা ক্ষেত্রের বিভিন্ন পক্ষের মধ্যে। ডাক্তার, সরকার আর ইউনিয়ন মুখোমুখি হয়ে আছে কোন ধরণের সিদ্ধান্ত পৌঁছাতে না পেরেই।过去几个月以来,南非各界为了公共医疗照护系统,有场风暴正隐然成形,医师、工会及政府无法达成共识,相互指控对方有错,医师亦扬言罢工以达成目标。
3সকল পক্ষ অভিযোগ করছেন আর ডাক্তাররা ধর্মঘট করছেন যাতে তাদের দাবী মানা হয়। এই সমস্যার মূলে আছে সরকারী ডাক্তারদের কষ্ট - তাদের পর্যায়ের যে কোন সরকারী কর্মচারীর থেকে তাদেরকে ৫০% কম বেতন দেয়া হয়।问题核心在于,公部门医师不满薪资只有同等级公务员的一半,其他问题包括工时过长、医院服务品质及医生/病患比例,这些医师也替支持者成立Facebook群组,详载期间各种事件及不满。
4অন্যান্য বিষয়ের মধ্যে আছে দীর্ঘ কাজের সময়, হাসপাতালের অবস্থা আর ডাক্তার রোগীর অনুপাত কম। ডাক্তাররা ফেসবুকে একটা গ্রুপ তৈরি করেছেন সমর্থন লাভের জন্য যেখান থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার ইতিহাস আর তাদের কষ্টের ব্যাপারে জানা যাবে।据facebook群组指出,医师亦不满「南非医学会」等工会组织未充分代表他们的利益,工会未获会员支持,便迳自与政府达成协议。
5ফেসবুকের গ্রুপ অনুসারে, ডাক্তাররা মনে করেন যে তারা যথাযথভাবে ইউনিয়ন দ্বারা উপস্থাপিত নন যেমন দক্ষিণ আফ্রিকান মেডিকাল এসোসিয়েশন (সামা) সরকারের সাথে চুক্তিতে এসেছেন তাদের সদস্যদের সমর্থণ ছাড়াই।
6তবে সামা জানিয়েছে:南非医学会的声明表示:
7আমরা সদস্যদের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের সদস্যদের সামার প্রতিশ্রুতির ব্যাপারে আশ্বস্ত করতে চাই, একটা ওএসডির জন্য কথা চালিয়ে যাচ্ছি আমরা যা আমাদের সদস্যদের আকাঙ্খা আর চাহিদার প্রতিফলন।
8এর প্রেক্ষিতেই আমরা চেষ্টা করেছি নিয়োগকারীর প্রস্তাবের ব্যাপারে আমাদের সদস্যদের সর্বক্ষণ এবং সঠিকভাবে জানাতে। নিয়োগকারীর প্রস্তাবনা জানানো অবশ্যই এমন কোন নিদর্শন না যে সামা তার সাথে একমত।医学会向会员保证,将持续促进会员权益,与政府磋商符合会员要求与需求的协议,希望持续提供会员资方所提出的条件,如此并不代表医学会已接纳资方条件,部分医师团体声称医学会已与卫生部达成协议,此事绝非实情,亦不尊重参与谈判的各方人士。
9ডাক্তারের দলের দ্বারা এমন কথা বলা যে সামা স্বাস্থ্য দপ্তরের সাথে চুক্তিতে উপনীত হয়েছে তা কপট, ডাহা মিথ্যা আর সকল পক্ষ যারা ওএসডি আলোচনার সাথে যুক্ত তাদের জন্য অপমানকর।
10আর মূলধারার মিডিয়া জানিয়েছে ধর্মঘটকারী ডাক্তারদের বিরুদ্ধে রাজনৈতিক দল এএনসির দৃঢ় অবস্থানের কথা।传统媒体亦报导,执政党对于罢工医师态度相当强硬:
11আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আর কোসাটু কোয়াজুলু নাটালে একটা প্রেস রিলিজ দিয়েছেন এলাকায় ডাক্তারদের ধর্মঘটের ‘অপেশাদারী' কাজকে তিরষ্কার করে।
12কঠোরভাবে লেখা বার্তায়, জোট সদস্যরা জানিয়েছেন যে ডাক্তাররা অযৌক্তিক আর জাতীয় স্বাস্থ্য মন্ত্রী ড: অ্যারোন মোতসোয়ালেদি আর প্রাদেশিক এমিসি, ড: সিবোঙ্গসিনি দোহলোমোর কোন ঐকমতে পৌঁছানোর উদ্যোগকে নষ্ট করেছে।
13তারা ডাক্তারদের অভিযুক্ত করেছেন প্রক্রিয়ার সাথে আর তাদের জন্য উন্মুক্ত চ্যানেলে যুক্ত না থাকার।执政党与KwaZulu-Natal省的南非公会联盟发表新闻稿,谴责当地医师罢工的「不专业行为」。
14প্রাদেশিক স্বাস্থ্য দপ্তর কোয়া জুলু নাটালে ২০০ জনের বেশী ডাক্তারকে ছাঁটাই করেছেন আদালত থেকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার পরে কাজে না আসার কারনে:
15কোয়া জুলু নাটালের বিভিন্ন হাসপাতালে ২০০ জনের বেশী ডাক্তারকে ছাঁটাই করা হয়েছে কাজে না আসার কারনে, সোমবার বিকালে এসএবিসি রেডিওর সংবাদ জানিয়েছে।
16প্রাদেশিক স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন যে তারা এই পর্যন্ত ২২৬ জন স্বাস্থ্য পেশাজীবিকে চাকুরিচ্যুতির চিঠি দিয়েছেন।在这份措辞强硬的新闻稿中,指称医师行为并不合理,阻止卫生部长Aaron Motsoaledi与地方卫生首长Sibongiseni Dhlomo达成协议。
17ব্লগ থেকে কিছু দৃষ্টিভঙ্গী:声明指控医师拒绝遵守可行的程序与方案。
18ফুলুপিলো লিখেছেন ওয়ার্ডে বসে একটা জিনিষ আমি যা শিখেছি তা হলো ডাক্তারদের এই ধর্মঘটের যে প্রভাব বেচারী রোগীদের উপরে পড়ছে।KwaZulu-Natal省卫生单位收到法院胜诉判决后,也以无故旷职为由,开除逾200名医师:
19এক মহিলার কথা অনুসারে, তার ১০ ঘন্টার বেশী সময় লেগেছে হাসপাতালে আসার পরে সেবা পেতে যেহেতু কোন ডাক্তার ছিলেন না আর নার্সদের ঔষধ দেয়ার অধিকার নেই রোগী ভর্তি হয়ে কোন ডাক্তার দ্বারা না দেখা পর্যন্ত।
20বেদনানাশক পর্যন্ত না আর এই মহিলা পুরো সময় সেখানে ব্যাথা নিয়ে শুয়ে ছিলেন। মোরালফাইবারে একজন ডাক্তার বেনামে লিখেছেন:SABC电台于6月28日晚间报导,KwaZulu-Natal省多家医院逾200名医师因旷职遭开除。
21রোগীদের ফেলে রাখা আর ধর্মঘটের ব্যাপারে আমার মিশ্র প্রতিক্রিয়া ছিল যা সাধারণ মানুষ দেখছেন কেবলমাত্র বেতন নিয়ে সংঘাত হিসাবে।
22বিক্ষোভের এই কর্মসূচি মূলত অনেক বছরের অপব্যবহারের সমষ্টি যা স্বাস্থ্য পেশাদাররা সরকারের হাতে ভোগ করেছেন। কাজের পরিবেশ নিয়ে শুরু করি।地方卫生单位表示,目前已发出226封解雇通知。
23হাসপাতালগুলো ধারন ক্ষমতার বেশী, আর ডাক্তাররা বেশী কাজ করানো।博客圈反应
24আমার ওয়ার্ডে হিসাব মতে ‌আমাদের কাছে ৬৫ জন রোগীর জায়গা আছেFhuluphelo表示:
25। গত সপ্তাহের বেশীরভাগ সময়ে ৮৫ জনের বেশী ছিল । ওভারটাইম করলে ডাক্তাররা ৩০ ঘন্টার শিফটে কাজ করেন, আমার হাসপাতালে অন্তত ৬০ ঘন্টা সপ্তাহে কাজ করেন, কিন্তু এমন সব জায়গায় না我坐在病房里,充分意识到医师罢工影响到贫困病患,据一位女士描述,她到医院十个小时候,才获得医师照顾,因为院内医师人手不足,未经医师问诊之前,护士无权施予任何药物,止痛药都不行,让女士这段时间只能痛苦地倒在病床上。
26। সাধারণত আরো খারাপmoralfibe博客上有位匿名医师指出:
27। যদিও এটা ২০০২ এর থেকে ভালো যখন শিক্ষাধীন ডাক্তার হিসাবে, আমি সপ্তাহে ১০০ ঘন্টা আর প্রতি তৃতীয় দিনে ৩০ ঘন্টার শিফ্ট করতাম对大众而言,这只是一场薪资争议,为此罢工与抛弃病患,我的感受很复杂,抗争其实是政府多年来虐待医疗专业人士积累而成。
28। আশা করা হয় যে সুই দিয়ে আমরা কাজ করবো যখন নিজেদের আর অন্যদের এইচআইভির সংক্রমনের শিকারে পরিণত করতে পারি সুই এর আঘাত থেকে, এটা ২৪ ঘন্টা বা তারো বেশী জেগে থেকে কাজ করার পরে। তিনি আরো লিখেছেন:从工作情况说起,医院总是超收病患,医师总得超时工作,就我负责的病房里,理论上只能容纳65名病患,但上周运气最好的时 候,也 还有85人;医师常得连续30小时值班,在这间医院工作,每周起码得工作60小时,这还不是常态,其他医院通常更糟。
29আমি হাসপাতালে যে কাজ করি সেটা করতে আমার তিনটা ডিগ্রি লেগেছে মেডিকেলের ক্ষেত্রে, কিন্তু জিমের ব্যক্তিগত প্রশিক্ষকের থেকে কম আয় করি। সরকারী পর্যায়ের অন্য যে কোন পেশাজীবির সাথে যদি আপনি আমার কাজের প্রয়োজনীয়তা তুলনা করেন, আমাকে কম বেতন দেয়া হয় অন্তত ৫০%।不过现在至少好过2002年,当时我 是个实习医师,每周工作100小时,每隔2天就得连续值班30小时,纵然我们已工作24小时,还是得碰针药,让医病双方都可能因针刺伤而感染爱滋病。
30প্রাইভেট প্রাক্টিসে আমি অন্তত আমার বর্তমান বেতনের ৩০০% আয় করতাম।这位医师还提到:
31আর তিনি এটাও বিশ্বাস করেন যে সরকার চালাকি অবলম্বন করছেন ধর্মঘট থেকে সমর্থন সরানোর জন্য। বুধবার মন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেন, এটা একটা রাজনৈতিক চালাকির চাল ছিল।为了在医师担任现职,我共有三个学位,但所得却比私人健身教练还少,若和其他政府专业人士比较职务需求及资格,我的薪资至少该增加50%,若在民间企业,我的薪水应该是现在的3倍。
32কখন কবে কোন নিয়োগকর্তা বেতনের প্রস্তাব জনগণের সামনে এনেছেন দরাদরি না করে প্রথমে?这位医师也相信,政府必然使用什么下流手段,阻止人们支持罢工:
33তারা জানতেন যে এই পদক্ষেপ ব্যাপক প্রচার পাবে আর করা হয়েছিল ধর্মঘট থেকে জনগণের সমর্থন সরিয়ে নেয়ার জন্য।部长于7月1日召开记者会时,就是个下流的政治动作,哪位雇主会未经协商,就将薪资条件公诸大众?
34ক্যারেন লিটল নৈতিকতা নিয়ে লিখেছেন: এটা নৈতিকতাকে নাড়া দেয়ার মত পরিস্থিতি।政府就是为了引起大众注意,刻意让民众不支持罢工。
35জনগণ ভুগছে আর ভালো সম্ভাবনা আছে যে ধর্মঘটের কারনে মানুষ মারা যাবে।Karren Little提到道德争议:
36অন্যদিকে জনগণ বিশালভাবে ভোগে আর প্রতিদিন হাজার হাজার জীবনহানী ঘটে সরকার যখন স্বাস্থ্য খাতকে কম অর্থায়ন আর খারাপ ভাবে নিয়ন্ত্রণ করে। ক্যারেন ধর্মঘট করছেন না, কিন্তু এটাকে পুরোপুরি সমর্থন করেন।这是个非常敏感的道德问题,大众因此受苦,也很可能有人因这场罢工而死,但另一方面,由于政府提供医疗系统的经费及管理不足,大众每天更加痛苦,每天都有无数生命死亡。
37ক্রেটার হাসপাতালে, আমরা ধর্মঘট করছি না- আমরা একমাত্র ইমার্জেন্সী সেবা দিচ্ছি শত কিলোমিটার পরিধির মধ্যে, আর এটা অনৈতিক হবে ধর্মঘট করা।Karren Little本身并未罢工,但十分支持这项行动:
38কিন্তু আমি বলতে চাই যে আমি ধর্মঘটকে সমর্থন করছি আর আমার সহকর্মী যারা সাহসী হয়ে এই পদক্ষেপ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ- আর তাদের চাকুরিকে বিপদের মুখে ফেলেছেন- আমাদের সকলের স্বার্থে।The Crater医院并无罢工,我们是方圆百里唯一提供急救服务的单位,若罢工将十分不道德,但我支持这场罢工行动,也感谢同业愿意勇敢拿工作为赌注,替所有人争取权益。
39স্যান্ডাইল এই সব কিছুর নৈতিকতা নিয়ে প্রশ্ন করেছেন:Sandile质疑整件事的道德基础:
40এটা পুরোটাই কথিত খারাপ বেতন নিয়ে যা ডাক্তার আর কেবলমাত্র ডাক্তাররাই পান।一切都是为了医师的薪资而起。
41কিন্তু তাদের সহকর্মীদের কি, যারা প্রশাষক, ক্লার্ক, ক্লিনার, চালক, নার্স আর অন্যান্য জরুরী সেবায় আছে?急救单位内,其他行政人员、柜台人员、清洁工、司机、护士等员工情况又如何?
42কিছু একটা গোড়াতেই ভুল যখন ডাক্তাররা তাদের ওয়ার্ড ছেড়ে দেন অসুস্থ আর মৃতপ্রায় রোগীসহ কেবলমাত্র এই কারনে যে তারা আরো অর্থ চান।医师抛下病患与濒死患者,只为了要求更多薪水,整件事在本质上就有问题。
43টুরিজম রেডিও সাউথ আফ্রিকা লিখেছে: আমার মতে, দুই পক্ষই ভুল।Tourism radio South Africa写道:
44দুই জনই এমন পরিস্থিতিতে নিজেকে ভাবছেন যেখান থেকে পেছোনো যাবে না কিন্তু এটা অর্থের থেকে বেশী কিছু। আমি বলি কি, মৃতপ্রায় রোগীর দিকে কিছু অর্থ ছুঁড়ে দিয়ে আমরা আবার কথা বলি।我认为两造都有错,双方都觉得不能退让,但这件事不只是钱而已,把钱放在临终病患面前,就有意义吗?
45দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থাতে আমার বিশ্বাস নেই সরকারি বা বেসরকারী, কখনো ছিল না। আমি মেডিক্যাল সাহায্যেও বিশ্বাস করি না, এটা যেন ফিয়ার ফ্যাক্টরের টেলিভিশন সংস্করণ দেখা একটা আর্থিক পুরষ্কার সহ অবশ্যই।无论是公营或民营,我 从来都 不相信南非的医疗体系,我也不相信医疗援助,那就好像是试胆大赛的现实生活版,最后冠军有奖金,若担任医师或政治人物,还能够一切以资本主义为上吗?
46আপনি কি পুঁজিবাদী হয়ে ডাক্তার বা রাজনীতিবিদ হতে পারে?或许 现实就是如此。
47মনে হয়। এগুলো কি একমাত্র পথ?我们只有这种选择吗?
48দৃশ্যত:। তাহলে আমার তর্ক…সবার উপরে কোন ক্ষতি করে না।显然如此,故我认为别伤害彼此,争议各方应从中记取教训,或至少不要打肿脸充胖子。
49আমার মনে হয় সকল পক্ষ যারা যুক্ত তারা এটা থেকে শিক্ষা নিতে পারেন বা অন্তত, যা দিতে পারবেন না সেই কথা দেবেন না।校对:Portnoy