# | ben | zhs |
---|
1 | ককেশাস: বার্ট উর্ডের সাক্ষাৎকার ছবি বার্ট উর্ডের সৌজন্যে | 高加索:国际自由青联盟秘书长访谈 |
2 | দক্ষিণ ককেশাসের তরুণ অ্যাক্টিভিস্ট ও নাগরিক সমাজের সাথে কয়েক মাস কাজ করার পর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লিবারেল ইয়থের (আইএফএলআরওয়াই) সেক্রেটারী জেনারেল বার্ট উর্ড তার এক একঘেয়ে সময়সূচীর মধ্যেও গ্লোবাল ভয়েসেস অনলাইনের জন্য সময় বের করেছেন। | |
3 | তিনি কথা বলেছেন এই অঞ্চলের জন্য এই নতুন প্রচার মাধ্যম যে ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে। | |
4 | আর্মেনিয়া ও আজারবাইযানে তরুণ অ্যাক্টিভিস্টরা কর্তৃপক্ষের বাড়তে থাকা ভীতিকর চাপের মুখোমুখি হতে থাকে। | |
5 | উর্ড বিশেষ করে উল্লেখ করেন আদনান হাজিজাদে ও এমিন মিলির ঘটনা যে দুই ভিডিও ব্লগারকে সম্প্রতি বাকুতে জেলে প্রেরণ করা হয়। | |
6 | অনেকের মতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। | 照片由Bart Woord提供 |
7 | তিনি বলেন,আমরা আশা করি এই দুই অ্যাক্টিভিস্টকে লম্বা সময়ের জন্য জেলে যেতে হবে না, এ এক ক্ষীণ সম্ভাবনা: বার্টের বয়স ২৫ এবং তিনি ব্রাসেলসে বাস করেন। | 与南高加索地区青年运动人士与公民社会合作数月后,「国际自由青年联盟」秘书长伍尔德(Bart Woord)拨冗接受全球之声访问,分析新媒体在当地能扮演的角色。 |
8 | তিনি নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংগঠনের উপর এমএ করছেন। অনেক বছর ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। | 亚美尼亚及阿塞拜疆青年运动人士面临政府威吓日增,伍尔德特别提及Adnan Hajizade及Emin Milli的案例,两位影音博客在阿塞拜疆遭到逮捕,外界普遍认为是出于政治因素。 |
9 | তিনি ইয়ঙ্গে ডেমোক্রাটেন নামের সংগঠনের আন্তর্জাতিক কর্মকর্তা এবং সহ সভাপতি। তরুণদের দু'টি উদারনৈতিক ডাচ সংগঠনের মধ্যে অন্যতম ইয়ঙ্গে। | 伍尔德认为,目前两位博客恐怕难逃重刑与多年牢狱之灾: |
10 | এর আগে তিনি অজস্র রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন ও দায়িত্ব পালন করেছেন। সংগঠনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে বার্ট আইএফএলআরওয়াই এর প্রতিদিনের কাজের বিভিন্ন সমস্যার সমাধানের সাথে যুক্ত থাকেন। | 伍尔德现年25岁,居住于比利时布鲁塞尔(Brussels),在荷兰葛洛宁大学(Groningen)的国际关系及国际 组织硕 士课程即将完成,他过去参与政治工作数年,在荷兰自由青年组织Jonge Democraten担任国际部主任及副主席,先前亦曾于不同政治与非政治组织任职。 |
11 | তিনি একই সাথে সংগঠনের সদস্যপদ ও যোগাযোগ বিভাগের প্রধানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং পশ্চিম ইউরোপের আইএফএলআরওয়াই-এর প্রতিনিধি, সেই সাথে রাশিয়া, বেলারুশ, এবং ইউক্রেইনের প্রতিনিধি। সেখানে তিনি সমন্বয় সাধন করেন আইএফএলআরওয়াই-এর ভিপি জেলেনা স্পাসোভিচ এর সাথে। | 身为该组织副主席,伍尔德也参与国际自由青年联盟的日常运作,并负责会员及通讯部门,并与国际自由青年联盟副主席Jelena Spasovic合作,担任该联盟在西欧、俄罗斯、白俄罗斯与乌克兰的代表。 |
12 | এই সাক্ষাৎকারে কেবল আর্মেনিয়া ও আজারবাইযানের অ্যাক্টিভিস্টদের গ্রেফতার হওয়া খুব সম্প্রতি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে তাই নয়, তার সাথে ১০ মে তারিখে তরুণ প্রতিবাদকারীদের ফুল উৎসবে ছত্রভঙ্গ হবার ঘটনার কথাও উল্লেখ রয়েছে, যা ৩০ এপ্রিল বাকু বিশ্ববিদ্যালয়ে গণহারে ছাত্র হত্যাকাণ্ডের সামান্য পরেই সংঘটিত হয় । | |
13 | তিনি নিজে একজন ব্লগার। কিছুদিন আগে এক ডজন অ্যাক্টিভিস্ট যখন গ্রেফতার হয়, তখন তাদের সম্বন্ধে টুইটারের মাধ্যমে রিপোর্ট করেন উর্ড। | 访问内容不仅明确提及亚美尼亚与阿塞拜疆近期社运份子遭逮捕案例,也提到在4月30日,阿塞拜疆一所大学的学生大屠杀一个多礼拜后,青年于5月10日在花季抗争遭驱赶事件。 |
14 | এবং তিনি উল্লেখ করেন নতুন প্রচার মাধ্যমের ভূমিকা সম্বন্ধে, যা এই অঞ্চলের তরুণ অ্যাক্টিভিস্টদের এক করবে। এই সম্পর্কে আরও তথ্য জানা যাবে এর আগে প্রকাশিত আরজু গেবুলায়েভা ও মাইকেল বোগারের সাথে একই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে। | 伍尔德身为博客,他在Twitter报导数十位社运份子遭囚禁消息,并认为新媒体能帮助当地青年份子团结在一起,相关背景资讯亦可在访问Arzu Geybullayeva及Micael Bogar的内容中。 |
15 | বার্ট উর্ডের পুরো সাক্ষাৎকার নীচে দেওয়া হল: | 以下为访问伍尔德的完整内容。 |
16 | পডকাস্ট: আলাদা উইন্ডোতে শুনুন। ডাউনলোড করুন। | 校对:Soup |