# | ben | zhs |
---|
1 | হাঙ্গেরী: আইস-টি এবং হাঙ্গেরীর নতুন প্রচার মাধ্যম আইন | 匈牙利:Ice-T引触新匈牙利媒体法 |
2 | নতুন প্রচার মাধ্যম আইনের কারণে হাঙ্গেরীয় এক সংবেদনশীল পরিবেশের সৃষ্টি হয়েছে, যে আইনের প্রয়োগ ১ জানুয়ারী, ২০১১ তারিখ থেকে শুরু হয়েছে। | |
3 | হাঙ্গেরীয় জাতীয় প্রচার মাধ্যম এবং তথ্যযোগাযোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই আইনের অধীনে একটি অলাভজনক রেডিও স্টেশন টিলোসের (হাঙ্গেরিয়ান ভাষায়) বিরুদ্ধে এক তদন্ত শুরু করেছে: | |
4 | যেহেতু কর্তৃপক্ষ “গ্রাহক এবং ব্যবহারকারীদের কৌতুহলের বিষয়টি রক্ষণাবেক্ষণের উপর জোরালো ভাবে গুরুত্ব প্রদান করে” এবং একই সাথে তরুণ শ্রোতাদের বিষয়টির উপর মনোযোগ প্রদান করে, এ কারণে টিলোস রেডিওকে জানানো হয় যে (হাঙ্গেরিয়ান ভাষায়), রেডিও স্টেশনের অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি পর্যবেক্ষণের পর এই বিষয়ে এক তদন্ত শুরু করা হচ্ছে। | |
5 | পর্যবেক্ষণে পাওয়া যায় যে, রেডিও স্টেশনটি চটুল গানের শিল্পী আইস-টি-এর গান পরিবেশন করেছে, যে গানের শিরোনাম ওয়ার্নিং (প্রারম্ভিক শিরোনাম) এবং মূল শিরোনাম ইটস অন। | |
6 | এটি গত ২রা সেপ্টেম্বর ২০১০ তারিখে বিকেল ১৭. ৫৩-টার (বিকেল ৫. | 由于在2011年1月1号新匈牙利媒体法生效,在此敏感的时机下,匈牙利媒体资讯传播局已经对非营利的广播电台提洛斯Tilos展开调查。 |
7 | ৫৩) সময় প্রচার করা হয়। যেহেতু কর্তৃপক্ষ “গ্রাহক এবং ব্যবহারকারীদের কৌতুহলের বিষয়টি রক্ষণাবেক্ষণের উপর জোরালো ভাবে গুরুত্ব প্রদান করে” এবং একই সাথে তরুণ শ্রোতাদের বিষয়টির উপর মনোযোগ প্রদান করে, এ কারণে টিলোস রেডিওকে জানানো হয় যে (হাঙ্গেরিয়ান ভাষায়), রেডিও স্টেশনের অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি পর্যবেক্ষণের পর এই বিষয়ে এক তদন্ত শুরু করা হচ্ছে। | 相关当局强调对消费及使用者利益,进行强而有力的保护,同时也关切年轻的阅听群,于是他们告知提洛斯电台 Tilos Rádió 将对其进行调查,因为他们在监视电台放送的过程中发现:2010年9月2号17:53分,电台拨放了饶舌歌手Ice-T的歌曲 Warning (intro) 和It's On。 |
8 | পর্যবেক্ষণে পাওয়া যায় যে, রেডিও স্টেশনটি রাপার বা চটুল গানের শিল্পী আইস-টির গান পরিবেশন করেছে, যে গানের শিরোনাম ওয়ার্নিং (প্রারম্ভিক শিরোনাম) এবং মূল শিরোনাম ইট'স অন। | |
9 | এটি ২ সেপ্টেম্বর ২০১০ তারিখে বিকেল ১৭. ৫৩-টার (বিকেল ৫. | 当局指出提洛斯电台在播放这些歌曲时,并没有事先作出年龄限制的警告,信中并指出电台也曾在2003和2005年因播放太过直白露骨的歌曲 而遭罚。 |
10 | ৫৩) সময় প্রচার করা হয়। গান বাজানোর আগে কোন ধরণের বয়সীমা নির্ধারনের বিষয়ে টিলোস রেডিও কোন সতর্কতা প্রদান করেনি, এ কারনে কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছিল। | 随信附上了2000年到09年的语言认证检定表,并同时指出年轻族群是最有可能了解歌词意涵,并且因为年纪轻而更容易受到歌中内容的影响。 |
11 | চিঠিতে বলা হয়েছে, ইতঃপূর্বে ২০০৩ ও ২০০৫ সালে আপত্তিকর বাণী সংবলিত গান প্রচারের অভিযোগে বেতার কেন্দ্রটিকে জরিমানা করা হয়েছিল। | |
12 | কর্তৃপক্ষ ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একাধিক ভাষার সনদের একটি তালিকা প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ মনে করেন গানের বাণীগুলো তরুণরা বুঝতে পারে এবং গানের বিষয় দ্বারা বয়সের কারনে তারা প্রভাবিত হতে পারে।[ | 在这些歌曲中,事物是以次文化层面的俚语或粗俗用字来描写,虽然这些字词并非全然地可被年轻族群理解,但在这粗鄙并助长暴力思想 的曲调中,可能会对年龄在16岁以下的听众产生有害的影响。 |
13 | …] অপসংস্কৃতির অশ্লীল শব্দ প্রয়োগ করে এমন কতগুলো গান বাজানো হয়েছে যে গানের বাণী নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা সম্পূর্ণ না বুঝলেও এগুলোর উপস্থাপনা ১৬ বছরের কম শ্রোতাদের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং তাঁদের উত্তেজিত করতে পারে। | |
14 | শিল্পীর কারনে শ্রোতাদের মধ্যে যারা একটু ভালো [ইংরেজি] জানে, তাদের ভেতর আফ্রিকান আমেরিকান সমাজের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি হতে পারে। | |
15 | যৌন পেশা,মাদক বানিজ্য ও এর অপব্যবহার এবং দৈহিক সহিংসতা সম্পর্কে এ সব ধারনা হতে পারে যে, এগুলো মামুলি দৈনন্দিন বিষয়। | |
16 | ইটস অন নামের এ রেকর্ডটিতে ‘ঘেটো অপসংস্কৃতির প্রশংসা করা হয়েছে। এতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়া হয়েছে। | 那些有较好英语程度的年轻人更可能从中了解非裔美国人的负面处境,像是性交易,使用毒品或精神 层面的暴力,都被歌手作为每天的活动和价值展现来描写。 |
17 | @ফাইনাললেভেল নামে টুইট করা আইস-টি, টাম্বলার পোস্ট-এর টুইটের মাধ্যমে জানাতে পারেন যে, হাঙ্গেরিতে তাঁর গান নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল এ রকম: | It's On这首歌,藉着表明伤害性的行为模式和世界观,唤醒了黑人次文化。 |
18 | রিটুইট @রোগ_আর @ফাইনাললেভেল, দুঃখিত, কিন্তু আপনাকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে http://j.mp/f73DhF > আমি বিষয়টিকে পছন্দ করেছি। দুনিয়া এখনো আমাকে ভয় পায়। | Ice-T透过 Tumblr post在推特上的贴文得知了自己的歌曲在匈牙利遭禁,并用他于推特注册的帐号 @FINALLEVEL,发表贴文做出回应: |
19 | হাহা! যদিও এইভাবে নজরদারির বিষয়টি নজীর বিহীন নয়, জাতীয় প্রচার মাধ্যম এবং তথ্যযোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে বড় আকারে বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করতে হয়েছে। | 他引用另一名推特网友@rog_r的留言:不好意思,你已经公然遭到禁止表示:“我爱这则新闻,因为这个世界依旧怕我!哈哈!” |
20 | নতুন প্রচার মাধ্যমের আইনের কারণে এটি ঘটেছে, যা আন্তর্জাতিক ভাবে সমালোচনার মুখে পড়েছে। | 虽然匈牙利官方监视媒体并非新鲜事,匈牙利国家通讯暨资讯传播当局仍须对新媒体法提高警觉,因为这项新法案亦遭受到国际舆论的批评。 |
21 | টিলোস রেডিও এই ঘটনার নাম দিয়েছে “আইস-টি গেটস” এবং তারা তদন্ত সংবাদের প্রতিক্রিয়া সংগ্রহ করেছে। | 提洛斯电台称此事件为Ice-T丑闻,并藉由调查收集对此则新闻的反应。 |
22 | বেশ কিছু সংখ্যক ব্লগ পোস্ট নির্দেশ করছে যে, এই গানের সাথে যুক্ত করা, ইংরেজী ভাষায় গানের কথা এবং তার সাথে হাঙ্গেরী ভাষার অনুবাদ প্রকাশ করা হয়েছে। | |
23 | পরেরটির কারণে কর্তৃপক্ষ বিষয়টিকে ভূল বুঝেছে। একজন হাঙ্গেরীয় ব্লগার যিনি এই রাপ গানের কথাগুলো হাঙ্গেরিয়ান ভাষায় অনুবাদ করেছে, সে বর্ণনা করেছে যে (হাঙ্গেরিয়ান ভাষায়): | 许多博客贴文指出,匈政府当局在信中所附上的英语歌词和匈语翻译之间含有误译;另一名在自己网志上贴上饶舌歌词翻译的博客也表示,当局所使用的歌词原文抄本,内容根本就已有错在先。 |
24 | এই বিবাদ, যা ২০১০ এর শেষে শুরু হয়েছে, তার ক্ষেত্রে ইতোমধ্যে টিলোস রেডিও তাদের অনুষ্ঠানিক বিবৃতির এক জবাব পেয়ে গেছে (হাঙ্গেরিয়ান ভাষায়)। | 除了2010年的争议之外,提洛斯电台也收到当局对其公然表态拒绝调查所做出的回覆,这封新信也被发布在一个讨论媒体议题的网站Comment:com上。 |
25 | প্রচার মাধ্যমে যে সব উপাদান রয়েছে সেগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে কর্তৃপক্ষের পাঠানো নতুন চিঠি ইতোমধ্যে একটি ব্লগ, কমেন্ট. কমে প্রকাশিত হয়েছ (হাঙ্গেরিয়ান ভাষায়)। | 在信中匈政府官方强调:“那些在網絡上勇敢却匿名的自由奋斗者们,或许可以知道, 为何Ice-T完全比不上--Lajos Kossuth--这位真正的匈牙利自由斗士的原因。 ” |
26 | তাদের এই চিঠিতে কর্তৃপক্ষ গুরুত্ব প্রদান করেছে যে, হয়ত প্রায়শ সাহসী, কিন্তু নামহীন ইন্টারনেট স্বাধীনতাকামী যোদ্ধা আইস-টি এর ঘটনার কারণকে লাজোস কাসুথ-এর ঘটনা থেকে অনেক দুরের বিষয় হিসেবে দেখতে পারে, যে কিনা হাঙ্গেরীর সংবাদ পত্রের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছিল। কমেন্ট. | Comment:com上的Sixx特别强调信中内容的一则段落,其中匈政府官方表示:根据 FCC 美国联邦传播委员会的Pacifica基金会, Ice-T的歌 只能在晚上10点后于电台放送,如果电台他们不那么做,那么美方当局--FCC 美国联邦传播委员会--将会对其处以罚款,而罚款的数目百分之百高于提洛斯电台营业一整年的经费。”,但 Comment:com的博客指出这项匈政府所举例的裁定,在美国当地早就已经失去了法律效力。 |
27 | কমের সিক্স এই চিঠির একটি অনুচ্ছেদের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছে যেখানে কর্তৃপক্ষ বর্ণনা করেছে: তথাকথিত প্যাসিফিক ফাউন্ডেশনের হিসেব মতে আইস-টির গানটি কেবল রাত ১০টার পরে প্রদর্শন করা উচিত। | |
28 | যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রচার মাধ্যম কর্তৃপক্ষ- ফেডারেল কমিউনিকেশন কমিশন, টিলোস রেডিওকে যে পরিমাণ টাকা জরিমানা করবে, তা টিলোস রেডিও বাৎসরিক বাজেটের চেয়ে বেশি। | |
29 | কমেন্ট. | |
30 | কম-এর ব্লগার নির্দেশ করেছে যে, কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সরকারে যে সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে, তা আর সে দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। | |