# | ben | zhs |
---|
1 | ভিডিও : মিশর, কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মধ্যে যে বিষয়ে মিল রয়েছে | 视频:埃及、刚果、乌干达与哥伦比亚的共通点 |
2 | সংঘর্ষের সূত্রপাতের মাঝে ন্যায়বিচার অনুসন্ধান হচ্ছে এমন একটি ঘটনা, যা মিশর, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মাঝে এক সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। | 冲突过后“寻求正义”,是埃及、刚果民主共和国、乌干达与哥伦比亚的共通点。“ |
3 | দি কেস ফর জাস্টিস হচ্ছে একটি সিরিজ বা ধারাবাহিক ভিডিও যা কিনা প্রান্তিক ন্যায়বিচার (ট্রানজিশনাল জাস্টিস) নামে পরিচিত বিষয় নিয়ে বিতর্ক উপস্থাপন করেছে, এটি কয়েকটি পদ্ধতির সমন্বয় যা কিনা ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতাকে উপস্থাপন করার উপায় তৈরি করে দেয়। | 正义案例(The Case for Justice)”是一系列辩论转型正义的视频。 |
4 | ন্যায়বিচার ছবি ওলগা ব্যারিওস-এর ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউশন লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে। | 为人所知的,转型正义是人权遭到大规模侵害之后,用来追究责任的一套制度。 |
5 | ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস-এর সাইট থেকে : | 转型正义国际中心(International Center for Transitional Justice)指出: |
6 | আমাদের ঘিরে ভিন্ন ভিন্ন যে মিথ রয়েছে তার মাধ্যমে এই বিতর্কের জটিলতার বিষয়টিকে সবচেয়ে সেরা উপায়ে চিত্রিত করা যায়। | 转型正义里充满各式各样的迷思,这最能说明转型正义辩论的复杂度。 |
7 | প্রান্তিক এই বিচারকে কেউ কেউ “হালকা এক বিচার” হিসেবে অভিহিত করেন, যা কিনা ব্যাপক নিপীড়ন অথবা দমনের ঘটনায় ঘটে থাকে; অন্যরা এক আলাদাভাবে অপরাধীর বিচার প্রক্রিয়ার সমান করে দেখে, এবং তারা তা করেন সম্পূর্ণভাবে অপরাধীর উপর মনোযোগ প্রদান করেন। | 有些人主张,转型正义是“柔性司法(soft justice)”,用以取代大规模暴行与压迫之后的刑事追诉;有些人则将转型正义等同于刑事审判,焦点全放在犯罪者身上。 |
8 | অনেকে একে একটি সফল শান্তিচুক্তির প্রধান বাঁধা হিসেবে দেখে; অন্যরা আবার এক ক্ষত সারানোর এক যাদুকরী উপাদান হিসেবে দেখে, যা যুদ্ধ এবং নিপীড়নের ভয়ঙ্কর ভীতির ক্ষেত্রে দ্রুত নিরাময় করে। | 有些人把转型正义视为成功取得 和平协议的绊脚石;有些人则认为,转型正义像是把神奇的魔杖,轻轻一挥,战争与暴虐带来的伤痕便能痊愈。 |
9 | মিশর, উগান্ডা, কলম্বিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাম্প্রতিক ইতিহাসের মধ্যে এই সব ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিসমূহকে তুলে ধরার জন্য দি কেস ফর জাস্টিস নামক ভিডিওর প্রকাশ করা হয়েছে: | “正义案例”藉由近来埃及、乌干达、哥伦比亚与刚果民主共和国的历史经验,批判上述各种转型正义的观点: |
10 | নীচের এই ভিডিওটি ব্যাখ্যা করেছে প্রান্তিক ন্যায়বিচারের পেছনের কারণসমূহ ও কি ভাবে তা একটি সম্প্রদায় কণ্ঠ প্রদান করে এবং যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, তাদের কেবল জনতার দ্বারা স্বীকৃত অপরাধের শিকার হিসেবে নয়, একই সাথে ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে নিজেদের অপরাধের শিকার হিসেবে চিহ্নিত করার সুযোগ প্রদান করে, এবং তারা যাতে নিজেদের সম অধিকারের সাথে নিজদের নাগরিক সমানাধিকারের বিষয়টিও বিবেচনা করতে পারে, তার জন্য এটি জায়গা তৈরি করে। | 下面这个视频说明了支持转型正义的理由,这个制度如何有助于让共同体取得发声的机会,人权曾遭受过侵害的人,不只“受害者”的身分得到公共认同,更因此有机会正视自身有追求正义的权利,有身为平等公民,受到大众以平等权利对待的权利。 然而,转型正义无法解决所有的问题:它不是神奇的魔杖。 |
11 | তবে প্রান্তিক ন্যায়বিচার কোন যাদুকরী ঘা নিরাময়কারী নয়: এটা সকল সমস্যার সমাধান করার যোগ্য নয়, এমনকি একটি ট্রুথ কমিশন, এমন কি একজন স্বৈরশাসক যে কিনা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করে, এমনকি ঘটনার স্থানে এমন একটি পদ্ধতি যা ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করে, সে সব ক্ষেত্রেও । | 就算有真相调查委员会、就算起诉犯下侵害人权大罪的独裁者、就算有补/赔偿受难者的机制,有时候那得花上好几十年或是好几代,正义才得以声张。 不是所有的 人,都能亲眼见到那一刻。 |
12 | ন্যায়বিচার সাধন করার আগে হয়ত দশক কিংবা প্রজন্মের পর প্রজন্ম লেগে যেতে পারে এবং সকলে হয়ত তা দেখে যেতে পারে না। | 但是,转型正义没有魔法,也无法立即见效这个事实,不应该减损这个制度有所帮助的事实。 |
13 | কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যাদুকরী নয় বা ঘটনার সাথে সাথে বিচ্ছন্ন হয়ে যেতে পারে না যে এটা নাগরিকদের সাহায্য করে ন্যায়বিচার অনুসন্ধান করছে এবং যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় অথবা সংঘর্ষে ঘটা ক্ষতি পূরণ পেতে পারে। | 转型正义让人们见证着正义,以及因战争、 自然灾害或冲突受到之损害的补/赔偿。 |
14 | ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে তার কারণে একে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এখানে ব্যাপকহারে সংঘঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ধর্ষণের ঘটনাকে চিহ্নিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া স্থাপন করা হয়েছে, যা কঙ্গো এবং আন্তর্জাতিক বিচারকদের একটি মিশ্র আদালত গঠন করা হয়েছে, যাতে এখানে সংঘঠিত অপরাধের শিকার নাগরিকদের কণ্ঠস্বর প্রদান করার একটি উপায় বের করা যায় এবং আশা করা যায় যে এর মাধ্যমে এই চিন্তা ধারার পরিবর্তন ঘটানো যাবে, সেই ক্ষেত্রে যেখানে শাস্তি প্রদান না করার ফলে সমাজের একটি বিশেষ অংশে এই বিশ্বাস গড়ে উঠে০ যে ধর্ষণ সমাজের একটি স্বাভাবিক ঘটনা। | 刚果内战因为造成大量受害者,而被称作第三次世界大战。 对此,刚果民主共和国建立起一套程序,透过由刚果人与国际法官组成的混合法庭,去认识大规模的人权侵害与组织完备的性侵强暴,给予受害者发声的机会,希望改变某部分人倾向于强暴是社会正常现象,因此免于惩罚的想法。 |
15 | আইসিটিজে ওয়েবসাইটের ফর দি কেস অফ জাস্টিস নামক বিভাগে প্রান্তিক ন্যায়বিচারের উপর আরো গভীর কিছু ভিডিও সাক্ষাৎকার এবং ব্যাখ্যা পাওয়া যাবে। | 更多深入的访问视频与转型正义的说明,可至转型正义国际中心“正义案例”的网页观看。 |