# | ben | zhs |
---|
1 | গ্রিস: এথেন্স স্কয়ারে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ আত্মাহুতি দিলেন | 希腊:77岁男子在雅典宪法广场上当众自杀 |
2 | এই পোস্ট আমাদের ইউরোপ সমস্যার বিশেষ কভারেজের অংশ | [本文英文版原载于2012年04月04日] |
3 | সেদিন সকালে ঘুম থেকে উঠেই গ্রিসের মানুষ ৭৭ বছর বয়সী দিমিত্রিস ক্রিস্টোলাসে আত্মহুতির হৃদয়বিদারক খবরটি শুনলেন। | 七十七岁的Dimitris Christoulas在4月4日早上九点左右,于国会大厦对面满是行人的的宪法广场举枪自尽。 |
4 | সংসদ ভবন পার করে এথেন্সের সিনট্যাগমা স্কয়ারে সকাল ৯টার দিকে নিজের মাথায় গুলি করার দৃশ্যটি পথচারীরা দেখেন। | 全希腊均对此感到震惊。 |
5 | প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট ছিলেন। ১৯৯৪ সালে তার ঔষধের দোকান বিক্রি করে দেন। | 据报导,这名男子为退休药剂师,在 1994年将他的药房卖出。 |
6 | গুলি করার আগে তিনি চিৎকার করে বলেন, তিনি “তার সন্তানের জন্য কোনো ঋণ রেখে যেতে চান না”। | 在枪杀自己之前,据称他曾大喊“不想把债留给子孙”。 |
7 | একটি ফেসবুক অনুষ্ঠানে আজ বিকেলে সিনট্যাগমা স্কয়ারে সবাইকে জড়ো হওয়ার আহবান জানানো হয়েছে। | 一项名为“在宪法广场中的大家,别让自己习惯于人们的死亡”的脸书活动号 召民众在当日晚上于宪法广场集结。 |
8 | “সবাই সিনট্যাগমায়। | 全球之声作者Asteris Masouras于Storify网站收集了一些贴文及影像。 |
9 | মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।” | 当晚在宪法广场上一项脸书活动的海报。 |
10 | এই ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেসব প্রতিবেদন এবং পোস্ট এসেছে, গ্লোবাল ভয়েসের লেখক অ্যাস্টেরিস মাসুউরাস সেগুলোর একটি সংকলন তৈরি করেছেন। | 上面的口号为:“这不是自杀。 |
11 | আজ সন্ধ্যায় সিনট্যাগমা স্কোয়ারে অনুষ্ঠিত ফেসবুক অনুষ্ঠান থেকে পোস্টারটি নেয়া হয়েছে। | 这是谋杀。别让自己习惯于人们的死亡。” |
12 | পড়ুন:এটা কোনো আত্মহত্যা ছিল না। | 希腊的推特在当天充满了因这起悲剧而起的评论与反应: |
13 | এটা খুন। মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।” | @YanniKouts: 一名77岁男性在今日早上于宪法广场自杀,震惊希腊。“ |
14 | হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে সারাদিনই গ্রিসের টুইটারে নানা ধরনের মন্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া এসেছে: | 这是维持尊严到最后的唯一选择,我没办法在垃圾中觅食”。 |
15 | @ইয়ানকিকোটস: আজ সকালে সিনট্যাগমা স্কয়ারে ৭৭ বছর বয়সী বৃদ্ধ মানুষটির আত্মাহুতির ঘটনা মর্মান্তিক #গ্রিস। | 用户Arkoudos为被留下的人许愿[el]: |
16 | “এটা সম্মানের সাথে শেষ করার একটা মাত্রই রাস্তা আছে, আমি আবর্জনা থেকে খেতে পারবো না।” | @arkoudos: 我希望你没有离开。 |
17 | টুইটার ব্যবহারকারী আরকোদুস ইভেন্টের পেছনে যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন: | 我希望你留下来,为了奋斗。 |
18 | @আরকোদুস: আমি বিশ্বাস করি, আপনারা কেউই ছেড়ে যাবেন না। সবাই থাকবেন, লড়াই করবেন। | 还有,我希望你不要感到羞愧,我希望我们是首先感到羞愧的人。 |
19 | আমি আরো বিশ্বাস করি, আপনারা কেউই লজ্জা পাবেন না। | 用户Magica指出在这起争议性事件中两造都有令人感到羞愧的地方[el]: |
20 | আমি মনে করি, আমরা সবাই প্রথমেই লজ্জিত হবো। টুইটার ব্যবহারকারী ম্যাজিকা এই বিতর্কিত বিষয় নিয়ে দুই দিকের লজ্জার উপরই জোর দিয়েছেন: | @magicasland: 这个国家对待人民的方式令人不齿,但对这些曾在(二战中)纳粹占领下努力挣扎以求生存的人来说,选择自杀也令人感到遗憾。 |
21 | @ম্যাজিকাসল্যান্ড: এটা রাষ্ট্রের লজ্জা, রাষ্ট্র তার জনগণের কী করছে! | 希腊雅典的宪法广场。 |
22 | আবার এটা আত্মহত্যা করারও লজ্জা, যখন নাজি দখলদারিত্বের সময় [দ্বিতীয় বিশ্ব যুদ্ধ] জনগণ কেমন করে বেঁচে ছিল। সিনট্যাগমা স্কয়ার, এথেন্স, গ্রিস। | 影像来自Flickr用户YanniKouts (CC BY-NC-SA 2.0) |
23 | ছবি ইয়াননিকোটস এর ফ্লিকার থেকে নেয়া (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. | 出现在網絡上的争论由原先的人道主义观点,逐渐偏向与政治相关。 |
24 | ০)। এ ঘটনার মানবিক দিক উপেক্ষা করে অনলাইনের বিতর্ক চলে গেছে রাজনীতির দিকে। | 记者Aris Chatzistefanou提出先前在突尼斯发生的Bouazizi自杀事件作为对比[el]: |
25 | সাংবাদিক আরিস চ্যাটজিসটিফানাও তিউনিসিয়ার [ইংরেজি ভাষায়] বুয়াডিজির আত্মহত্যার সাথে তুলনা করেছেন। | @xstefanou:希腊现在也有自己的Bouazizi了。 |
26 | @এক্সটিফানাও: গ্রিসেরও একজন বুয়াডিজি আছে। এটা প্রমাণ করে, তারা যদি পিএএসওকে-এনডি-এলএওএস (গত দুই দশক ধরে পিএএসওকে এবং এনডি গ্রিসের প্রধান দুই রাজনৈতিক দল। | 要证明希腊人民如突尼斯和埃及一样值得拥有这样的人,而非只拥有那些投给PASOK-ND-LAOS的人(PASOK与ND是过去二十多年间希腊的主要政党,而LAOS是主要的右翼政党)。 |
27 | আর এলএওএস হলো ডানপন্থী রাজনৈতিক দল)-এর শুধুমাত্র ভোটার না হয়ে তিউনিসিয়া এবং মিশরের মতো মূল্যবান হতো। | 用户Elikas希望寻求正义[el]: |
28 | ঈলিকাস ন্যায়বিচার খুঁজেছেন: @ঈলিকাস: কিছু সময়ে এইসব আত্মহত্যা নিয়ে আদালতে যাওয়া দরকার। | @Elikas:总有一天,共犯必须为了所有的自杀事件进法庭。( |
29 | [এই আত্মহত্যা গুলো] এগুলো এক প্রকার খুন। | 这些自杀事件)其实都是谋杀。 |
30 | সারা ফিথ গ্রিসের পুনরুদ্ধারের ইউরোপীয়ও পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন: | 用户Sara Firth则谴责为了拯救希腊而实行的欧式做法: |
31 | @সারাফিথ_আরটি: ইউরোপ [সিক] গ্রিসের [অর্থনীতির বেহাল দশা থেকে] উদ্ধারের যে পদ্ধতি নিয়েছে, সত্যি বলতে তা গ্রিসের জনগণকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সিনট্যাগমার আত্মহত্যা কখনোই ঘটতো না। | @SaraFirth_RT:欧洲为了“拯救希腊”而祭出的方法正在害死希腊人民。 |
32 | এথেন্স নিউজ জানিয়েছে, আত্মহত্যাকারীর একটি সুইসাইড নোট পাওয়া গেছে। | 发生在宪法广场上的自杀事件根本就不该发生#希腊 |
33 | সেখানে তিনি গ্রিসের বর্তমান শাসক দলকে যুদ্ধকালীন মিত্র সরকারের সাথে তুলনা করেছেন। | 据雅典新闻报导,该位死者身上有封遗书,将现时希腊政府比喻为战时的魁儡政府: |
34 | টল্কোগলিউ সরকার আমার বেঁচে থাকার সব ধরনের রাস্তা ধ্বংস করে দিয়েছিল। | Tsolakoglou政府已经彻底的将我的生存之道毁灭。 |
35 | আমি যেহেতু ন্যায় বিচার পাই নি, তাই ভাগাড়ে গিয়ে বেঁচে থাকার খাদ্য খোঁজার আগেই প্রতিক্রিয়া হিসেবে নিজেকে শেষ করার এর চেয়ে কোনো ভদ্রোচিত উপায় পেলাম না। | 既然无法寻得正义,也无法找到其他的对抗方式,我唯有在开始于垃圾堆中找寻食物之前,以有尊严的方式结束(生命)。 |
36 | জর্জিও টল্কোগলিউ গ্রিসের সেনা অফিসার ছিলেন। | Georgios Tsolakoglou原本是希腊的军官,之后于1941至1942年间,在轴心国占领时期的魁儡政府中担任第一任首相。 |
37 | পরে ১৯৪১-১৯৪২ সালে অক্ষ শক্তির অপারেশনের সময় গ্রিসের মিত্র সরকারের প্রথম প্রধানমন্ত্রী হন। | 这项引述显然是将战时政府与Lucas Papademos所带领的现时政府比较。 |
38 | যুদ্ধকালীন সরকার এবং বর্তমানের লুকাস পাপাদেমোস সরকারের মধ্যেকার তুলনা হিসেবে এর উল্লেখ এসেছে। | 用户PenelopeD10则以讽刺的口吻来嘲笑雅典市长Giorgos Kaminis,在去年夏天以避免让来访雅典的游客留下负面印象为由,下令驱逐在宪法广场以帐棚为基地的抗议者 [el]: |
39 | গত গ্রীষ্মে এথেন্সের মেয়র জর্জিও কামিনিসের সিনট্যাগমা স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের জোর করে উচ্ছেদ করার সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছেন পেনেলোপডি১০। কেন না, এটা পর্যটকদের কাছে এথেন্সের বাজে ইমেজকে তুলে ধরেছে। | @PenelopeD10:我希望Kaminis不会再发布一条内容为“为了不伤害观光旅游业,禁止(在雅典)自杀”的法令… |
40 | পরিহাসচ্ছলে তিনি বলেছেন: @পেনোলোপডি১০: আমি ভাবতে চাই না, কামিনিস এরকম একটা আদেশ জারি করেছেন, “[এথেন্স সিটি] সেন্টারে আত্মহত্যা নিষিদ্ধ। | 另一方面,亦有声音认为某些人藉由将一个单纯的死亡事件以政治角度渲染,并利用此事件达到政治或私人目的: |
41 | কারণ এটা পর্যটনের জন্য খারাপ।” … | @dianalizia:真可耻! |
42 | অনেক মানুষ অভিযোগ করেছেন, একজন সাধারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনৈতিক স্বার্থে অথবা নিজের সুবিধামতো ব্যবহারের চেষ্টা চলছে: @ডায়ানালিজিয়া: লজ্জাকর! | Karatzaferis(译注:希腊政治人物)投机的利用今天早上的自杀事件来批判腐败的政客及系统(他自己也是其中一员) |
43 | একজন মানুষ যিনি আজ সকালে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং সিস্টেমের প্রতিবাদ করে আত্মহুতি দিলেন, সুবিধাবাদীরা তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। | @mindstripper:记者们欢呼庆祝,政客们鹦鹉学舌。 |
44 | @মাইন্ডস্ট্রিপার: সাংবাদিকরা বিজয়ী, রাজনীতিবিদরা তোতাপাখি, আর আমরা একের অধিক জাতীয় নির্বাচনের দেশটাকে “দগ্ধ” করে দিই। | 而我们将在全国选举中再一次“烧毁”这个国家。 |
45 | বিদায় এই মানুষ। | 愿此人安息。 |
46 | এই হৃদয়বিদারক ঘটনার রাজনৈতিক ব্যাখ্যার বাইরে টুইটার ব্যবহারকারী সার্ক০১ মানুষের বেঁচে একটি সরল সত্য তুলে এনেছেন: | 除去对于这个不幸事件的政治诠释或利用,用户@Serk01带出了关于人类生存的简单事实[el]: |
47 | @সার্ক০১: এক ধাপ পেছনে যান এবং ভাবুন একজন মানুষ কেন আত্মহত্যা করতে মনস্থ করে। | @serk01:退一步,然后想想当一个人自杀的时候,代表了什么。 |