Sentence alignment for gv-ben-20080711-1056.xml (html) - gv-zhs-20080720-1216.xml (html)

#benzhs
1সার্বিয়া: সংস্কৃতি পরিক্রমা塞尔维亚:艺术综合报导
2এখানে ব্লগোস্ফিয়ার থেকে উল্লোখযোগ্য কিছু লেখা তুলে ধরা হচ্ছে সার্বিয়ান সাহিত্য, স্থাপত্য, চলচ্চিত্র, সঙ্গীত, ভুজুয়াল আর্টস এবং রসনা সম্পর্কে।以下摘录塞尔维亚博客圈数则关于文学、建筑、设计、电影、音乐、视觉设计、料理的文章,请享用!
3উপভোগ করুন! সাহিত্য文学
4সেমানারিও সার্বিও লিখছেন [স্প্যানিশ ভাষায়] দেজান মেদাকোভিচ নান্মী লেখক এবং ইতিহাসবিদের সাম্প্রতিক মৃত্যু সম্পর্কে। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সার্বিয়ান একাডেমী অফ সায়েন্স এন্ড আর্টস এর প্রেসিডেন্ট ছিলেন।Semanario Serbio[西文] 发文追悼近日过世的作家及艺术史学家 Dejan Medaković,他曾在1999-2003年间担任塞尔维亚科学暨艺术学院院长(Serbian Academy of Sciences and Arts),出版社主任Zoran Kolundžija对Medaković的艺术贡献评论如下:
5একটি প্রকাশনা সংস্থার পরিচালক জোরান কলুন্দিজাকে উদ্ধৃত করে এই ব্লগার সার্বিয়ান সংস্কৃতিতে মেদাকোভিচের অবদানের কথা স্মরণ করছেন:
6আমরা তার লেখা পড়তে পারি আমাদের যে কোন সাধারণ সমস্যার সমাধান পাবার জন্যে।人们阅读Medaković的作品,只因为在其中可以找到许多现实问题的答案,在他漫长而多产的一生中,他教我们最重要的事情是忠于身边的人、忠于他们的文化、肯定文化与其和世界的连结。
7তার দীর্ঘ এবং সফল জীবনে মেদাকোভিচ আমাদের শিখিয়েছেন যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিষ হচ্ছে পাঠকদের নিকট এবং তাদের সংস্কৃতির নিকট বিশ্বস্ত থাকা এবং এটি পৃথিবীর সাথে যোগসূত্র স্থাপন করায়।
8স্থাপত্য建筑
9ডিমিস্টিফাইং সার্বিয়ান ডিজাইন ব্লগের সান্দ্রা দ্রাস্কোভিচ “বোটহাউজ” নামক প্রতিযোগীতার ফলাফল সম্পর্কে সবাইকে জানাচ্ছে যা গত রোববার বেলগ্রেডের অনুষ্ষ্ঠিত স্থাপত্য সপ্তাহে ঘোষিত হয়।解读塞尔维亚设计(Demystifying Serbian Design)博客的Sandra Drašković上周日在贝尔格莱德建筑周期间,公布船屋设计大赛的结果,这个比赛开放给35岁以下的建筑师与学生参加,旨在为多瑙河与萨瓦河的商业船屋发展新的样貌、打造有效的经营模式、并建立视觉形象,Drašković同时张贴几张得奖作品的照片,如下图:
10এই প্রতিযোগিতা উন্মুক্ত ছিল স্থাপত্যবিদ এবং এই কলার ছাত্রদের মধ্যে যাদের বয়স ৩৫ এর নীচে এবং এর লক্ষ্য ছিল দানিউব এবং সাভা নদীর পাড়ের ভাসমান বাণিজ্যিক ভবনগুলোকে “একটি উন্নয়নশীল মডেল দেয়া, কার্যকরী প্রয়োগ এবং দৃশ্যমান পরিচয় দেয়া”।
11দ্রাস্কোভিচ এ ছাড়া বিজয়ী প্রকল্পগুলোর কিছু ছবিও পোষ্ট করেছে, যেমন নীচেরটি:(Studio Poligon所上传的得奖作品)
12(ছবি: স্টুডিও পলিগন) নাথিং এগেইনস্ট সার্বিয়া একটি লেখায় নতুন বেলগ্রেডের ব্লকভি অঞ্চলের এপার্টমেন্ট ব্লকের ছবি দিয়েছে যা ১৯৪৮ সালে তৎকালীন সমাজতান্ত্রিক সরকার কর্তৃক নির্মিত হয়েছিল।Nothing Against Serbia 则张贴了贝尔格莱德的blokovi街区全景相片,这区公寓建于1948年共产政权时期,住了十万名来自不同社会经济阶层的民众,这些住在blokovi的人都是透过政府主导的社会计划取得公寓,许多塞尔维亚电影都曾在此取景,1973-74年间,有两部纪录片以此地为主角,内容关于曾住于此的艺术家与知识分子,大部分住在45区及70区。
13এই বাসস্থানগুলো যা প্রায় এক লাখ “আর্থ-সামাজিক ভাবে মিশ্রিত লোকের আবাসস্থল”।博客以下文当作结论:
14ব্লকভির অনেক বাসিন্দা সরকারের সোশ্যাল ফান্ডের সেবার আওতায় এই বাসায় থাকতে পারছেন। এই বিল্ডিংগুলো বহুবার সার্বিয়ান চলচ্চিত্রে দেখানো হয়েছে এবং ১৯৭৩-৭৪ সালে ব্লক ৪৫ এবং ৭০ এ অবস্থানরত বুদ্ধিজীবিদের উপর নির্মিত ডকুমেন্টারীতে বিশেষ ভাবে দেখানো হয়েছে।尽管电影印象中,把这些公寓拍得灰白惨淡,如电影Rane、Apsolutnih sto、Jedan na jedan、Sutra ujutro、Sedam i po,事实上,街区比描述中友善得多。
15এই ব্লগার শেষ করছেন এই বলে:(Elia Varela Serra摄)
16যদিও এই ব্লকগুলোর মধ্যে ধুসরতা এবং বিষাদের ছায়া আছে (যেমনটি বিভিন্ন ছবিতে দেখানো হয়েছে) আদতে এগুলো বেশ বন্ধুবৎসল ও অন্যরকম।
17(ছবি তুলেছেন এলিয়া ভারেলা সেরা)音乐
18সঙ্গীত পরের এক পোস্টে নাথিং এগেইনস্ট সার্বিয়া এই ব্লকগুলো দ্বারা অনুপ্রাণিত সঙ্গীত শিল্পীদের উদাহরণ দিচ্ছেন:Nothing Against Serbia 在下一篇文章中,介绍一些受到街区影响的艺术家。
19নব্বুইয়ের দশক থেকে আজ পর্যন্ত বেলগ্রেডের হিপহপ সঙ্গীত এই বিল্ডিংগুলো থেকে প্রেরণা পায় এবং এখানে এই সঙ্গীতের ভিডিওগুলো শুট করা যেন একটি নিয়ম হয়ে দাড়িয়েছে।
20(যেমন দেখুন ‘স্টুকা ফিট দেমিয়ান -১০০১ প্লান‘)। আরেকজন ড়্যাপ আর্টিস্ট তার নাম এই ব্লকগুলো থেকে নিয়েছেন (ব্লকোভস্কি) এবং তার রেকর্ড লেবেল (চার্সকি রেজ) সেখান থেকে প্রকাশ করেছেন।90年代至今,同样也有一些贝尔格莱德嘻哈音乐录像带的灵感来自blokovi,这里可说是影片取景时,街区场景的标准选择(请看例子“Struka feat. Demian - 1001 plan)。
21তার সম্পূর্ণ ইমেজ নিউ বেলগ্রেডের এই বিল্ডিং ব্লককে ঘিরে তৈরি।另一位饶舌歌手以街区命名,并刊登于此(carski rez) ,整张专辑的意向就取自贝尔格莱德街区!
22১৯৯০ এর দশকের সার্বিয়ান সঙ্গীতের কথা বলতে গিয়ে বলকান ফাইল ব্লগ একটি মিউজিক ভিডিও তুলে ধরেছেন যাতে ১৯৯৫ সালে বীট স্ট্রীট নামে একটি বয় ব্যান্ডের গান আছে।
23তিনি বলেছেন ভাল লাগছে দেখে যে “নব্বুইয়ের দশকের ব্রিটিশ এবং সার্বিয়ান পপ তারকারা একই ধরনের বিরক্তিকর নাচের মূদ্রা দেখাত”।谈到1990年代的塞尔维亚音乐,Balkan File 张贴了1995年一个男孩团体Beat Street (Bit strit)的音乐录像带,评论是「很高兴看见90年代英国与塞尔维亚音乐有着共同的恶心舞步。」
24চলচ্চিত্র电影
25নতুন সম্মিলিত ব্লগ বলগান ক্রুর প্রথম পোস্টে স্রোদান গলুবভিচের ‘আপসলুটনি স্টো' নামক চলচ্চিত্রটির রিভিউ প্রকাশ হয়েছে।
26এই রিভিউতে উপরে বর্ণিত ব্লকভি বিল্ডিংগুলো উঠে এসেছে যেখানে বেশ কিছু অংশ ধারণ করা হয়েছিল। এ ছাড়াও দানিউব নদীর পারের ডিস্কো রেস্টুরেন্টগুলোর কথাও এসেছে।新成立的集体创作博客Balkan Crew [意大利文] 首发文 回顾Srđan Golubović的电影Apsolutnih Sto,评论重点提到电影中有部份场景在前述blokovi公寓取景,另外还有提到多瑙河河岸边的迪斯科餐厅,先前也提过。
27তাদের সাম্প্রতিক আরেকটি পোস্টে জেদরাকো সোত্রার জোনা জামফিরোভা নামক সার্বিয়ান চলচ্চিত্রটির রিভিউ প্রকাশ হয়েছে।
28এর পটভূমি ঊনবিংশ শতাব্দীতে দক্ষিণের নীস শহরে রচিত। এই রিভিউতে পরিচালক চলচ্চিত্রটির সফলতার কথা বলছেন:最新的评论则是针对Zdravko Šotra的电影Zona Zamfirova,故事场景设定19世纪的Niš南城,评论摘录 导演对电影卖座的回应:
29গত দশ বছর ধরে আমাদের চলচ্চিত্র সাম্প্রতিক ঘটনাবলীর উপর আলোকপাত করেছে, আমাদের দু:খের দিনগুলোর কথা, যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা।
30দর্শকরা ঐ ধরণের পর্যাপ্ত ছবি দেখেছেন।
31“জোনা” একটি প্রেমময় হাস্যরসের ছবি এবং এতে কোন খারাপ কথা নেই, কোন অপ্রীতিকর ছবি নেই, একটি প্রেমকাহিনী এবং কিছূ মেলোড্রামা। হয়ত লোকজন একটু স্বাভাবিকতা চেয়েছে এই সব বাজে ঘটনার পর যা গতানুগতিক সহিংসতাপূর্ণ চলচ্চিত্রে উঠে আসে।过去十年来,塞尔维亚的电影多半局限于当代议题,比如说过去的悲惨岁月、战争、国际制裁等等,观众已经看够这样的电影,Zona是一部浪漫爱情喜剧,没有恶言相向、没有不愉快的场景,这是一个爱情故事加上一点音乐剧元素,看了太多背负重担的电影,里头有太多悲惨的事情,人们或许想要换换口味、来点能让心情愉快的电影。
32ভিজুয়াল আর্টস视觉设计
33ডিয়ারিয়া দো উনা সার্বিয়া [স্প্যানিশ ভাষায়] তার পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে মিলেনা পাভলোভিচ বারিল্লি নাম্নী একজন সার্বিয়ান চিত্রশিল্পী এবং কবির সাথে যিনি ১৯০৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি বলছেন যে বারিল্লির চিত্রকলার স্টাইল অনুধাবণ করা কষ্টকর:Diario de una serbia [西文]向她的读者介绍 Milena Pavlović Barilli,一个塞尔维亚画家与诗人,生于1909年,卒于1945年,博客表示她的风格很难定义。
34তার কাজে আমরা একই সাথে মডার্নিজম (আধুনিকতা) ও রিয়ালিজম (বাস্তবতা) এর সহাবস্থান দেখতে পাই এবং তার পোর্ট্রেট এবং ফুলের ছবিগুলোতে ইতিহাসের ছায়া দেখা যায়। তার পোর্ট্রেট এবং এবং স্যুট পরিহিত মহিলাদের কম্পোজিশনের কাজে জাদুবাস্তবতা কিংবা কাব্যিক বাস্তবতার ছোঁয়া দেখা যায়।在她的创作中,我们偶尔可以在她所画的花朵中,看见现代主义与写实主义,找到一点历史的轨迹,而在盛装的女人肖像画中,则可看见魔幻与诗意的写实主义;此外,她也带有一点超现实主义,用某种荒谬的逻辑将一些对象组合在一起,透过画出雕塑、铁椅、电扇、手套、夜鸟、星辰、女孩、信笺、穿着长袍的女子、年老等等元素,解放出一首关于恐惧与紧张的神秘诗歌。
35এছাড়াও সাররিয়ালিজম (পরাবাস্তবতা) এর উপস্থিতিও দেখা যায় যা বিভিন্ন জিনিষের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে যা ভৌতিক একটি রহস্যময় কাব্য এবং উদ্বেগ বিকিরণ করে ছবিগুলোতে বিশেষ করে মুর্তি, লোহার চেয়ার, ফ্যান, হাতমোজা, রাতের পাখী, মেয়ে, চিঠিপত্র, গাউন পরিহিত অভিনেত্রী ইত্যাদি ব্যবহার করার ফলে॥
36রসনা বিলাস料理
37এই পরিক্রমার শেষভাগে আমরা একটি মজার বিষয় উপস্থাপন করছি। আমরা আপনাদের অনুরোধ করতে পারি টুলুম্বার রেসিপিটি পরখ করে দেখতে, যা মারিয়া পেত্রোভিচ তার ব্লগ পালাশিন্কাতে দিয়েছে।结束这篇综合报导前,分享一道甜点,我们推荐您试试这则食谱tulumbe,由Palachinka的Marija Petrović所分享,她说这是巴尔干半岛最受喜爱的甜点之一,大概是鄂图曼土耳其人统治这里时所流传下来的,看看以下这张图片,是否能从这得到灵感呢?
38তিনি একে বলকান অঞ্চলের সর্বাধিক লোকপ্রিয় একটি খাবার হিসেবে অভিহিত করছেন।
39অটোমান সাম্রাজ্য এটিকে এই অঞ্চলে প্রথম নিয়ে আসে।(Marija Petrović摄影)
40নীচের ছবিটি দেখে বলুন আপনি চেখে দেখতে আগ্রহী কি না! (ছবি মারিয়া পেত্রোভিচ)校对:Portnoy