Sentence alignment for gv-ben-20090913-6111.xml (html) - gv-zhs-20090915-3733.xml (html)

#benzhs
1ইকুয়েডর: নতুন করে কর আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা厄瓜多尔:以新税帮助经济发展
2বিগত কয়েক বছরে ইকুয়েডর নামক দেশটির সরকারের মূল লক্ষ্য ছিল জাতির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তেলের দাম বেড়ে যাওয়া, তার চেয়ে বেশি চাপ ছিল চাকুরির বাজার সৃষ্টি করা এবং যারা এর দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা।过去一年以来,寻找经济改善之道是厄瓜多尔政府一项重要工作,因为全球油价攀升,政府更有压力得创造就业机会,并协助受经济危机冲击者纾困,总统柯雷亚(Rafael Correa)推出名为「经济生产与就业措施」[西班牙文,PDF档]的方案,将包括证交税改革及其他五项基本变革[西文]。
3রাষ্ট্রপতি রাফায়েল কোররেয়া এক পরিকল্পনা উপস্থাপন করেছেন, যার নাম পণ্যের অর্থনৈতিক পরিমাপ ও পেশা [স্প্যানিশ ভাষায়] (পিডিএফ আকারে)।
4এই নতুন পরিকল্পনার উদ্দেশ্য ভারসাম্য পূর্ণ ভাবে কর সংস্কার এবং পাঁচটি প্রয়োজনীয় পরিবর্তন সাধিত করা [স্প্যানিশ ভাষায়]:变更项目包括外币汇兑税率由1%增至2%、股利课税、企业使用公共基础建设课征基本税率、改变香菸、酒品与无酒精饮料税率计算方式、进口纸品开征12%的增值税等。
5কর নীতি পরিবর্তনের ক্ষেত্রে বিদেশী মুদ্রা বিনিময়ে মুদ্রা বহির্গমনের ক্ষেত্রে কর বেড়েছে ১ থেকে ২ শতাংশ, শেয়ার বাজারে বিনিয়োগ কারীদের লাভের উপর কর বসানো হয়েছে, যে সমস্ত কোম্পানী সরকারি কাঠামো ব্যবহার করে, তাদের উপর সামান্য কর ধার্য করা হয়েছে।
6যে ভাবে সিগারেটের উপর কর ধার্য কর হয়, তাতে পরিবর্তন আনা হয়েছে, নতুন করে তৈরি করা করের হিসাবের মধ্যে মদ জাতীয় পানীয় ও কোমল পানীয় এসেছে এবং আমদানি করা কাগজের উপর ১২ শতাংশ মুল্য সংযোজন কর বসানো হয়েছে।
7রাষ্ট্রপতি শাসিত ইকুয়েডরের সরকার, সংবাদ সম্মিলনে কর পরিমাপের বিষয়টি ঘোষণা করছে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এই ছবি ব্যবহার করা হয়েছে
8ফরো পলিটেকনিকো [স্প্যানিশ ভাষায়] ব্লগের কার্লোস গুজমান এল, রাষ্ট্রপতির কর নীতি পরিবর্তন করার সিদ্ধান্তের পক্ষে এবং এই বিষয় সমর্থন করে, রাষ্ট্রপতির সেই সমস্ত পরিবর্তনকে, যা রাষ্ট্রপতি কোররেয়া বছরের শুরুতে বিবৃতি হিসেবে দিয়েছিলেন [স্প্যানিশ ভাষায়], সে সময় তিনি বলেছিলেন, “আগের হিসেব ভুলে যান, এই সরকারের ক্ষেত্রে ব্যাংকাররা আদেশ দেবে না।
9তারা ২০০৭ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত আদেশ দিত”। ২০০৭ সালের ১৫ জানুয়ারি তারিখেই কোররেয়া সরকার দেশটির ক্ষমতায় আসে।总统宣布税务新制,照片来自厄瓜多尔总统府,依据创用CC授权使用
10গুজমান লিখেছেন: ভণ্ডামির অনেক উদাহরণ রয়েছে, নিওলিবারেলিজম বা নব্য উদারনৈতিকতাবাদের সময়ে আমরা দীর্ঘ, বেদনাদায়ক এবং বিপর্যস্ত ভাবে এই সবের সাথে বসবাস করেছি।Carlos Guzmán L.在Foro Politécnico博客支持总统改革税制[西文],也支持柯雷亚在今年初表示[西文]:「别幻想了,在现任政府里,不是由银行家发号施令,那个时期已在2007年1月15日告终」,那天正是柯雷亚宣誓就职。
11গৌরবান্বিত এলসা ডে মেনার (ইকুয়েডরের প্রাক্তন অভ্যন্তরীণ কর বিভাগের প্রধান) গৌরবান্বিত পদ্ধতি যা শব্দকোষে/ জ্ঞানকোষে ঠাঁই করে নিয়েছে, এবং ভদ্রমহিলার প্রস্তাবিত “কর সংস্কার” যা আইআরএস দ্বারা সংগঠিত করা হয়েছিল।
12এরা করকে এক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে, কর সংগ্রহের মান উন্নয়ন করে এবং কর আদায়ের পরিধি বাড়ায়। তবে তারা অনেক কিছুই অপ্রকাশিত রাখে।Carlos Guzmán L.指出:
13এই মহিলা যাকে এক বেদনার মধ্যে দিয়ে স্মরণ করা হয়, তিনি বড় বড় ব্যবসা এবং দেশটির ক্ষুদ্র শাসকদের বেলায় করের ক্ষেত্রে এক ধরনের নিরাপত্তা প্রদান করেন।
14তিনি সরাসরি প্রদান করা হয় না, এমন সব কর আদায়ে গুরুত্ব দেন, যেমন ভ্যাট ও এসসিটি (স্পেশাল কনজামশন ট্যাক্স বা বিশেষ ভোক্তা কর) এবং সরাসরি আদায় করা যায়, যেমন আয়করের কথা ভুলে যান।
15যখন অনেক ব্যক্তি কাগজ আমদানির উপর শুল্ক/কর বাড়ানোর ব্যাপারটি এড়িয়ে গেছেন, তখন ইকুয়েডরের এসোসিয়েশন অফ লাইব্রেরি বা গ্রন্থাগার সমিতির প্রধান এনরিকো এবাড মনে করেন, সরকার এ ক্ষেত্রে একটা ভুল নীতি গ্রহণ করেছে। তিনি এর সাথে যোগ করেন, এই কর বৃদ্ধি দেশটির বিজ্ঞান ও প্রযুক্তির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে।百科全书编纂人士竟赞扬厄瓜多尔前国税局局长Elsa de Mena及国税局的「税制改革」,再度证明漫长而混乱的新自由主义时期充满谬误,这项改革让程序走向自动化、改善税务并扩大税基,但他们没提到这位局长记 忆力不好,成为大企业与寡头企业的保护者,为征收加值税或特殊消费税等简接税赋提供特权,还「忘记」征收所得税等直接税。
16তিনি মন্তব্য করেন, সরকারি সংবাদপত্রের একটা ঘটনার উপর [স্প্যানিশ ভাষায়]: গবেষণার ফলাফল সাধারণত বৈজ্ঞানিক সাময়িকীতেই প্রকাশ করা হয়, তা পাওয়া যায় কাগজ এবং ইলেকট্রনিক মাধ্যমে।虽然有些人也许会忽视出口纸品增税的问题,厄瓜多尔图书馆员协会的Enrique Abad认为政策错误,主张增税将对国内科技发展造成负面影响,并评论官方报纸上的消息[西文]:
17দুর্ভাগ্যজনক ভাবে ছাপার কাগজের দাম বেড়ে যাওয়ায় তা গবেষণা প্রকাশের উপর প্রভাব ফেলবে।若要投资科技,研究与资讯是必要工具,科学资讯大多取自国外,增税将提高取得资讯的成本,政府有可能为此另分一类吗?
18আমি মনে করি এখানে বোধহীন এক রাজনৈতিক পরিমাপ করা হয়েছে, কি ঘটবে যদি আগামীতে পত্রিকা গুলো কোচে (মোড়ানো, সাধারণ) কাগজের বদলে দামি বণ্ড বা মোটা কাগজে ছাপানো শুরু হয়? তা হলে কি বণ্ড কাগজের দাম বাড়িয়ে দেওয়া হবে?研究成果通常发表于纸本与电子科学期刊上,但杂志印刷成本增加也将影响呈现品质,这是项无心造成的「政治」措施,若从明天开始,杂志全都弃用铜版纸,改为一般用纸印刷,会发生什么情况?
19সেক্ষেত্রে বইয়ের দাম কেমন হবে?届时一般用纸价格是否会调涨?
20গরম পানিতে পড়ার পর আমাদের চেহারার অবস্থা কেমন হবে!]书价是否也会随之起伏?
21এদিকে পিপল অন আর্থ [স্প্যানিশ ভাষায়] ব্লগের ক্লারা লুসিয়া প্লাসেনসিয়া মনে করেন না এই নতুন পদ্ধতি, কর আদায়ের রেখাকে ঊর্ধ্বমুখী করবে।
22এর বিপরীতে ভদ্রমহিলা বিশ্বাস করেন, যারা শেয়ারের অধিকারি, তাদের উপর কর ধার্য করা মানে তারা উপর দুইবার কর দিতে বাধ্য থাকবে [স্প্যানিশ ভাষায়]।
23আন্দ্রেস ফ্রেইরে এক অর্থনীতিবিদ ব্লগার।这真是场大麻烦!
24গুয়াইয়াকিলের তিনি এক বিজনেস প্রমোশন অফিস বা ব্যবসা বৃদ্ধি বিভাগের প্রধান। তিনি লিখেছেন, নতুন করে করা করারোপ, নতুন চাকুরি সৃষ্টিতে সাহায্য করবে না, কারণ নতুন ব্যবসা চালু করার জন্য কোন বিশেষ পরিকল্পনা নেওয়া হয় নি বা তার জন্য কোন অর্থ বরাদ্দ করা হয় নি, বরঞ্চ উৎপাদনশীল অর্থনৈতিক খাতে কিছু সামান্য অর্থ বিনিয়োগে মনোনিবেশ করা হয়েছে।Clara Lucía Placencia在People on Earth博客上觉得,这些新措施无法抑制逃漏税问题,反而认为向股东课税将使一只牛剥两层皮[西 文];经济学博客Andrés Freire也是瓜亚基尔(Guayaquil)商贸局局长,他相信新税无助于创造工作机会,因为新税不会鼓励设立新企业,故只会让资金流向几种较具产能 的经济项目,不过他支持进口纸品课征12%的税,认为这些货品理应开始缴纳附加税;他还指出,只有药品与食品可以免税。
25তবে ফ্রেইরে, কাগজের উপর ১২ শতাংশ কর ধার্যের ব্যাপারে একমত, কারণ তার মতে, এখন সময় এসেছে কাগজ আমদানিকারকদের ভ্যাট দেবার।
26তিনি জানান, কেবল ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় খাবারকে করের আওতামুক্ত রাখা হয়েছে। কর সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার জন্য রাজনৈতিক ব্যক্তিরাও অনলাইন প্রচার মাধ্যমকে বেছে নিয়েছেন।政治人物也透过网络媒体表达对税制的看法,人民民主运动党全国主任兼国会议员Luís Villacís Maldonado指出,总统必须考量财政及其他措施[西文],才能纾缓经济危机,他也同意对进口纸品课征12%的税之后,将影响教育与提高书本及杂志成本,他提供协助经济的方式:
27লুইস ভিলাসিস মালদান্দো জাতীয় সংসদ এবং পপুলার ডেমোক্রেটিক মুভমেন্ট পলিটিকাল পার্টির জাতীয় প্রধান।
28তিনি লিখেছেন রাষ্ট্রপতির কেবল অর্থনৈতিক ব্যবস্থা নয়, অন্য সব পরিমাপগুলোকেও বিবেচনা আনা উচিত ছিল [স্প্যানিশ ভাষায়]। এই কারণে তা করা উচিত ছিল, যাতে সমস্যার সহজেই সমাধান করা যায।收回石油等不可再生天然资源,这些资源仍由跨国企业把持,每年税额达20亿美元,至今却未照实收取,每年让政府失去20亿美元;此外,依照宪法第299条,公共资源理应由公众管理,而非交给民营银行,若能加强公立银行对大众及社区投资能力,也能省下11亿美元。
29তিনি সেই দলের সাথে একমত পোষণ করেন, যারা মনে করে কাগজের উপর ১২ শতাংশ কর বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলবে এবং বই ও সাময়িকীর দাম বাড়িয়ে দেবে।
30তিনি অর্থনীতিকে সাহায্যের জন্য কিছ উপায়ের কথা বর্ণনা করেন।
31(পুনরুদ্ধার করা) পুন:ব্যবহার করা যায় না, এমন প্রাকৃতিক সম্পদ, যেমন তেল, যেগুলো এখনো বহুজাতিক কোম্পানীর হাতে, এগুলো রাষ্ট্রের হাতে আসা মানে, বছরে দুই বিলিয়ান ডলার আয় হওয়া।
32এরা কৌশলে কর ফাঁকি দেয়, এদেরকে ধরা হয় না এবং তারা রাষ্ট্রকে বছরে দুই বিলিয়ান ডলার থেকে বঞ্চিত করে।
33এর সাথে তিনি যোগ করে সরকারি ব্যাংকগুলোর শক্তি বৃদ্ধি করা, জনতা ও সম্প্রদায়ের বিনিয়োগের জন্য, যাতে জনতার সম্পদ জনতা নিজেই নিয়ন্ত্রণ করতে পার।
34কোন বেসরকারি ব্যাংক নয়, এখানে সঞ্চিত রয়েছে ১. ১ বিলিয়ান ডলার।校对:Soup