Sentence alignment for gv-ben-20100728-12016.xml (html) - gv-zhs-20100731-5772.xml (html)

#benzhs
1ফিলিপাইনস: ম্যানিলা শহরে পানির সঙ্কট ছবি ফ্লিকারের রিকিলি৯৯-এর পাতা থেকে নেওয়া菲律宾:首都限水危机
2ঐতিহাসিকভাবে ফিলিপাইনসে আগস্ট হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল মাস।照片来自Flickr用户rickyli99
3যদি না আবহাওয়ার ধরণ পাল্টে যায় তবে পরবর্তী আগস্ট মাসটি হবে সবচেয়ে শুকনা আগস্ট মাস। সেপ্টম্বর মাস হচ্ছে বর্ষাকালের সব শেষ মাস এবং পরই শুরু হয় শুকনো মৌসুম।菲律宾首都地区数百万居民近来深受限水之苦,不满居民为了想洗澡,甚至打破Malabon市的水管,菲国博客也试图瞭解危机为何而来。
4এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য কেবল একটি কাজ করা যেতে পারে, তা হচ্ছে কম পানি ব্যবহার করা।
5পানির পরিমান কমে আসার বিষয়টি বেড়ে যায় সম্প্রতি প্রচণ্ড আঘাত হানা টাইফুন বা ঘূর্ণিঝড় “বাসইয়াং” এর ঘটনার সাথে (টাইফুন বাসইয়াং আন্তর্জাতিকভাবে কোনসন নামে পরিচিত)।
6পানির সরবরাহ কমে আসার কারণে উইন্ডো টু মাই সোল-এর “পাগল হয়ে যাবার” দশা।
7দাঁড়ান, আমাদের এখানে পানি রয়েছে, তবে এখানে পানির চাপ এত কম যে তা মাটির নীচ থেকে উপরে আসে না। এটি আমার ঘর পর্যন্ত পৌঁছায় না।Blackshama's blog相当不安,因为限水竟然发生在雨季:
8আমার ওয়াশরুম (পায়খানা সুবিধা সহ হাতমুখ ধোয়ার বিশেষ কক্ষ) বা পরিচ্ছন্ন হওয়ার কামরায় কোন পানি নেই। এখানে যে সমস্ত কল লাগানো রয়েছে ঘূর্ণিঝড়ের [টাইফুন বাসইয়াং] পর থেকে একফোঁটা পানি বের হয় না।八月过去都是雨量最高的月份,除非气候型态改变,下个月将是史上最干燥的八月,九月是雨季最后一个月,之后就进入旱季,我们只能减少用水。
9কাজে বলা যায় প্রায় ৬ দিন ধরে পানিবিহীন অবস্থায় রয়েছি। সারাদিন আমাকে ভূগর্ভস্থের কামরা থেকে পানি তুলে নিয়ে আসতে হয়েছে।而且在缺水期间,还曾有康森台风袭击菲律宾,无水可用已经让Window To my Soul「疯了」:
10আই এম এ হাইব্রিড চা নামক ভদ্রমহিলা আমাদের জানাচ্ছে তার পানি না পাওয়ার অভিজ্ঞতার কথা: এটা সত্যি আমার জন্য এক বেদনাদায়ক বিষয়, আমাদের সকলের জন্য এবং বিশেষ করে আমি যতটা পারি আমার ধৈর্য্যের পরিমাণ বাড়িয়ে যাচ্ছি, কারণ আমার কাছে আর কোন বিকল্প নেই (হাসি!)।对了,我们有水,但水压实在太低,到不了我的房间,我的厕所没有水,自从康森台风来袭后,水龙头未曾滴出半点水,几乎已经六天都无水能用,只能从地下室提水上楼。
11থালা, দৈনন্দিন সরঞ্জামাদি, বিভিন্ন পাত্র, এবং গ্লাস সবগুলো আধোয়া অবস্থায় রান্নাঘরে সারারাত ধরে পড়ে রয়েছে।I am Hybrid Cha写下自己的缺水经验:
12ভালোভাবে এবং পরিপূর্ণ গোসল সারা হয়নি (কারণ পানি এসেছিল {পানি এসেছিল???}), কোন রকমে গোসল সারি ভোর ৬ টায় এবং কর্মক্ষেত্রে যাবার জন্য বাসা ত্যাগ করি (ছেড়ে যাই??? যেন এক অতিথি!) প্রায় দুপুর ১ টায়); আমি স্বল্প, কিন্তু আরামদায়ক গোসল করতে চাই (যখন আমি সুযোগ পাই) কিন্তু যেহেতু এখন কোন পানির সরবরাহ নেই, সেক্ষেত্রে এই অপ্রীতিকর এবং বাজে অনুভূতি বহন করা ছাড়া আমি কি করতে পারি।我们所有人都真的很痛苦,我也尽力保持耐心,因为也别无选择(笑一个!),碗盘、餐具、锅子、杯子都没洗,堆在厨房水槽里,上班 前也没有办法好好洗个澡(因为只有清晨六点到下午一点供水),我想畅快地冲澡,因为没有水,我也只能忍受黏腻的感觉,有些我习惯要做的事,如今都不能做, 因为水就是不肯配合。
13এমন কিছু বিষয় রয়েছে যা আমি দৈনন্দিন করতে চাই, এমন বিষয়, যা আমার প্রতিদিনের অংশ, যা গত কয়েকদিন ধরে আমি করতে পারছি না ( ঠিক ১৫ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে) কারণ ঠিকমত পানি সরবরাহ হচ্ছে না।.Let's Go Pinoy想到个人经验或许与限水危机有关:
14লেটস গো পিনয় আমাদের তার ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা জানাচ্ছে, সে মনে করছে এটি পানি সমস্যার সাথে যুক্ত।虽然我家水龙头打开有水,但昨天的水却呈现淡咖啡色!
15যদিও আমাদের পানির কল আমাদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করছে, তবে গতকাল থেকে বাসায় যে পানি আসছে তা সামান্য বাদামী বর্ণের। প্রথমে আমি ভেবেছিলাম এটা বালতির নোংরা এবং এর ভেতর ও বাইরে সবকিছু পরিষ্কার করলাম এবং কয়েকবার এ রকম পরিষ্কার করার পর আমি উপলব্ধি করলাম আসলে পানিটা খারাপ।我原以为是水塔脏污,于是里里外外洗了好几回,后来才明白是水质本身问题,今天早上仍是如此,但颜色已没那么深,我昨天因此没有洗澡,可是天气太热、满身大汗,后来还是决定洗个澡。
16আজকে সকালেও একই অবস্থা, তবে পানি আগের মত ততটা বাদামী বর্ণের নয়। এই কারণে আমি গতকাল গোসল করতে পারিনি।Pinoy Buzz III提供政府解决长期缺水的对策:
17তবে উত্তাপ এবং ঘামের ফলে শরীর চটচটে হয়ে যাওয়ার কারণে আমি এই পানি দিয়েই গোসল সারলাম।一,所有建筑物都得翻新,才能回收水槽及洗水台所用的水。
18পিনয় বাজ থ্রি (III) সেই সমস্ত কাজ করার পরামর্শ দিচ্ছে যা এক দীর্ঘ সময় পর্যন্ত পানি স্বল্পতার সমাধান করতে পারে।二,所有建筑物必须开始储存雨水。
19১. সকল ভবন এমন ভাবে সংস্কার করতে হবে যাতে এই সমস্ত ভবনগুলো সিঙ্ক বা থালাবাসন ধোয়ার জন্য ব্যবহৃত পাত্রাধারের এবং পায়খানার জন্য ব্যবহৃত পানিকে পরিশুদ্ধ বা রিসাইকেল করতে পারে।三,所有商用建筑与民房都必须设置污水处理系统,小型住家可多户安装共同处理系统,大型楼房则应自设。
20২. সকল ভবন বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা শুরু করবে।四,禁止开发新高尔夫球场及内陆水上度假村。
21৩. সকল বাণিজ্যিক ভবন এবং ব্যাক্তিগত ভবনে অবশ্যই ব্যবহারের মধ্যে দিয়ে নষ্ট হয়ে যাওয়া পানিকে আবার ব্যবহার উপযোগী করার শোধনাগার সুবিধা থাকতে হবে।五,兴建海水淡化厂…
22ছোটখাট প্রতিষ্ঠানে যৌথভাবে পানিকে ব্যবহার উপযোগী করার শোধনাগার তৈরি করবে এবং বড় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব শোধনাগার থাকতে হবে।六,在Pasig河及Laguna de Bay湖畔兴建净水系统。
23৪ নতুন গলফ খেলার মাঠ এবং দ্বীপের মাঝখানে পানির মধ্যে বিনোদন আবাস নির্মাণ তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। ৫ সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করার জন্য শোধনাগার তৈরির কাজ শুরু করা…Radical's Nut认为,缺水危机不只是出于圣婴现象,而且若「首都地区供水及污水系统13年前未转为民营」,情况不会那么糟:
24৬. পাসিগ নদী এবং লাগুনা ডে বের মত জায়গা থেকে ব্যবহার উপযোগী পানি পুনরুদ্ধারের জন্য কাঠামো নির্মাণ শুরু করতে হবে। র‌্যাডিকেল নাটস এর মতে পানি সঙ্কট এল নিনোর মত ঘটনাকেও ছাড়িয়ে গেছে এবং এবং এটি এতটা খারাপ হত না, “যদি তা কাঠামোগত কারণের অভাবে সাথে যুক্ত না হয়ে, রাজধানীর পানিপ্রবাহ এবং পয়:নিষ্কাশন পদ্ধতি (এমডাব্লিউএসএস) বেসরকারি খাতে সাথে প্রায় ১৩ বছর আগে যুক্ত হতে পারত”।当时政府与民间营运商承诺,会改善老旧供水设备,力求大幅减少「无收益水量」(non-revenue water,亦即因破漏和盗窃所失去的水量),希望愈来愈多家庭都能无时无刻有水可用,双方签定合约时,民间企业承诺2001年就能全面供水。
25এর মধ্য ছিল বেসরকারি সুবিধাভোগী পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রদান করা অনেক প্রতিশ্রুতি এবং দুর্বল পানি সরবরাহ পদ্ধতির ক্ষেত্রে কাঠামো নির্মাণ রামোস প্রশাসনের তৈরি করা সংস্কার।
26এই সমস্ত সংস্কার, পরবর্তীতে আয় করা যায় না এমন পানি ( নন রেভিনিউ ওয়াটার বা এনআরডাব্লিউ, যে সমস্ত পানি ছিদ্র বা চুরি হবার কারণে দৃশ্যত সরবরাহ স্থানে পৌঁছাতে পারে না।) নষ্ট হবার পরিমাণ কমিয়ে আনতে এবং বাড়তে থাকা গৃহস্থালিতে তা সার্বজনীন এবং দিনে রাতে ২৪ ঘন্টা পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারত।
27তবে এমডাব্লিউএসএস এর সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রকৃত এক চুক্তির মধ্যে দিয়ে তারা ২০০১ সালের মধ্যে সার্বজনীন পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল ।
28তবে এখন পর্যন্ত, মেইনিলাড বা ম্যানিলার মূল সেবা প্রদানকারী এলাকার ৭৯০,০০০ গৃহস্থালির শতকরা ৬০ ভাগের কম বাড়ি ২৪ ঘন্টা পানি পায়, যেখানে ৭৪ শতাংশ বাড়ি কেবল প্রতি বর্গ ইঞ্চিতে ৭ পাউন্ড (পিএসআই) পানি পায় অথবা তাদের বাড়িতে পানির শক্তিশালী চাপ থাকে (এখানে পাঠ করুন)।
29মেইনিলাড বা ম্যানিলার মূল এলাকায় পানির সরবরাহের প্রায় অর্ধেক (৫৩ শতাংশ) নষ্ট হয়ে যায়, ছিদ্র দিয়ে পানি পড়া বা চুরি হয়ে যাবার কারণে (এখানে পাঠ করুন)…. ছিদ্র বা চুরির কারণে নন রেভিনিউ ওয়াটার বা পানি সরবরাহ থেকে আয় না হওয়ার বিষয়ে এমন কোন তথ্য নেই, যা দিয়ে এর পরিমাণ স্পষ্ট করা যেতে পারে।但至今管线覆盖区域内79万户中,不到六成拥有全天候供水,也只月74%用户的水压在每平方英寸七磅以上(资料见此),53%的供水仍因漏水及盗窃而有浪费情形(资料见此)…
30কিন্তু অবৈধ সংযোগ বাড়তে থাকার বিষয়টির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ একটি মাত্র ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায়, তা হচ্ছে অর্থ পুরোপুরি আদায়ে ভূগর্ভস্থ পানি সরবরাহ বেসরকারীকরণের ফলে পানির দাম আকাশ ছুঁয়েছে। যখন এমডাব্লিউএসএস নামক প্রতিষ্ঠানটিকে বেসরকারি করা হয়েছে, মেইনিল্যাড এর পানির মূল্য ৪৪৯ শতাংশ বেড়ে গিয়েছে এবং পুরো ম্যানিলা এলাকায় পানির মূল্য ৮৪৫ শতাংশ বেড়েছে।数据并未再细分,故不清楚破漏与盗窃用水比例各占多少,但自从民营化之后,水费暴涨,或许私接管线情况才因此无法根除,Maynilad供水系统基本费已 增加449%,Manila Water系统更提高845%,再加上工作愈来愈难找、劳工薪资与所得停滞不前、整体生活成本大涨,就形成目前处境。
31এখন পুরো বিষয়টির সাথে কাজের দুর্লভতা, অপরিবর্তিত বেতন ও আয়, এবং জীবন যাত্রার ব্যয় সবদিক থেকে দ্রুত বেড়ে যাওয়া যুক্ত করুন, এবার তাহলে আপনি সার্বিক চিত্রটি দেখতে পাবেন।校对:Soup