# | ben | zhs |
---|
1 | মেক্সিকোতে সহিংসতার বিরুদ্ধে মিছিল | 墨西哥:反暴力游行 |
2 | গত বছর থেকে তাদের দেশ যে সহিংসতা আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তাতে মেক্সিকানরা বিরক্ত, যা আগের গ্লোবাল ভয়েসেস এর একটি লেখায় বলা হয়েছিল। আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে সারা দেশে এবং কোস্টা রিকা, আমেরিকা, স্পেন, ইজরায়েল, পোল্যান্ড আর ইংল্যান্ডের কিছু জায়গায় তারা নীরব মিছিল আর মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে প্রতিবাদ জানাবে ৩১ শে আগস্ট ২০০৮, রবিবার। | 正如先前这篇全球之声报导所言,墨西哥民众已受够国内过去一年间的暴力与治安恶化情形,决定在全国各地于8月31日举办沉默游行及点灯唱圣歌活动,包括哥斯达黎加、美国、西班牙、以色列、波兰与英格兰等地亦有活动响应,「点亮墨西哥」网站有支持游行人士的详细名单与原因,很快也将提供照片与录像。 |
3 | লেটস ইল্যুমিনেট মেক্সিকো ওয়েবসাইটে এই মিছিলকে কারা সমর্থণ করেছে, কেন করছে তার বিস্তারিত আছে আর শীঘ্রই এর ভিডিও আর ছবি দেয়া হবে বলে জানানো হয়েছে। | MaJaDeRiA是居住在墨西哥的加拿大部落客,在博客中写到参与游行活动的经验,并注意到其中的阶级分野。 |
4 | মাজাদেরিয়া, মেক্সিকোতে বসবাসকারী একজন কলম্বিয়ান ব্লগার, এই ঘটনায় মিছিলে যাওয়ার তার অভিজ্ঞতার কথা বলেছেন, আর লক্ষ্য করেছেন কেমন শ্রেণী বিভাজিত এটা ছিল। | 社会上流阶级并未随游行队伍前进,而是留在起点「独立天使像」,反倒是中下阶级(或称为「地铁通勤族」)一路走到终点「宪法广场」,她最后对墨西哥民众提出几项问题[西班牙文]: |
5 | উচ্চবিত্তরা মিছিলে গিয়েছিল, কিন্তু শুরুর করেই থেমে গিয়েছিল স্বাধীনতার দেবীর মূর্তির কাছে। | - 为何没有全体一致的口号? |
6 | মিছিল শেষে জোকালোতে মিলিত হয়েছিল মধ্য আর নিম্নবিত্তরা, যাদেরকে কেউ কেউ “মেট্রোতে ভ্রমণকারী শ্রেণী” বলে। | 除了要求和平、要求怠惰官员下台、要求终止绑架案件…民众究竟真正想要什么? |
7 | তিনি মেক্সিকান নাগরিকদের জন্য কয়েকটা প্রশ্ন করে তার লেখা শেষ করেছেন: | - 我一直不懂,为何游行主题不是反暴力,而是反政府无能,两者之间有连带关系吗? |
8 | তার ব্লিপ টিভিতে আপলোড করা ভিডিও মার্চা ডি. | 人民难道不该游行反对暴力,并且取回对政府的授权吗? |
9 | এফ. | - 究竟谁是坏人? |
10 | এ স্প্যানিশ ক্যাপশনে পড়া যায়: “আমি জানি না মিছিল কোন কাজের কিছু কিনা, বানিজ্যের প্রতিবন্ধকতা আনা ছাড়া। | 是玩忽职守者? |
11 | কিন্তু আমি জানি যে অনেক লোক ডি. | 是政府? |
12 | এফ. মিছিলে ছিল। | 还是其它? |
13 | তাদের হাঁটতে দেখে ভালো লাগল।”: | - 为何终点是宪法广场,而非总统府? |
14 | মেক্সিকান শহর মন্টেরে থেকে ইয়াজপিস মোমবাতি জ্বালিয়ে জাতীয় সঙ্গীত গাইবার একটি ভিডিও দিয়েছে: Email | 她将录像Marcha D.F.上传至Blip.tv网站上,西班牙文的字幕意思是:我不知道除了嘉惠摊贩之外,游行究竟带来什么好处,但我知道许多人都参与了这场游行,只见到他们游行感觉很好。 yazpeace则张贴墨西哥Monterrey烛光圣歌活动录像: |
15 | লিখেছেনJuliana Rincón Parra | 许愿烛照片由skyseeker提供 |
16 | অনুবাদ করেছেন রেজওয়ান@rezwan | 校对:nairobi |