# | ben | zhs |
---|
1 | ভিডিও সাংবাদিকদের ইউ টিউব প্রতিযোগীতায় অংশগ্রহণের আহ্বান | YouTube公民新闻竞赛将举行 |
2 | ইউ টিউবের সিটিজেন নিউজ চ্যানেল সবাইকে নাগরিক সাংবাদিকতার এক প্রতিযোগীতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। | |
3 | তারা এ লক্ষ্যে ইংরেজী ভাষার তিন মিনিটের কম দৈর্ঘের ভিডিও জমা নেবে। এর বিষয় হবে আপনার সমাজের এমন কোন লোককে পরিচয় করিয়ে দেয়া যার সম্বন্ধে পৃথিবীর সবার জানা উচিৎ বলে আপনি মনে করেন। | 为了即将而来的公民新闻竞赛,YouTube公民新闻频道制作一段宣传录像,参赛作品条件包括:长度低于三分钟、英语内容,主题为应该让世界认识的社群人物。 |
4 | এই প্রতিযোগীতার পুরস্কার এবং অন্যান্য তথ্যাবলী আগামী সেপ্টেম্বরে জানানো হবে। নীচে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো ভিডিওটি দেয়া হল: | 奖项与其他信息将于九月份公布,以下即为欢迎报名的录像: |
5 | যে সব সমাজের মাতৃভাষা ইংরেজী নয় তাদের জন্যে একটি সহায়ক তথ্য, ইংরেজীতে ডাবিং করে অথবা সাব-টাইটেল দিয়ে (ডটসাব সাবটাইটেলের জন্যে একটি ভাল প্রযুক্তি) প্রতিযোগীতায় অংশ নেয়া যাবে। চলুন অপেক্ষা করি এর শর্তাবলী আর বিভিন্ন নির্দেশিকার জন্যে। | 对于英语并非母语的公民记者,建议可使用英语配音或加入英语字幕(DotSub是很好的字幕置入网站),如此录像便符合参赛条件,其他信息与参赛方式仍有待公布,不过在响应区里已言明,任何超过13岁以上的YouTube用户均可参加。 |
6 | তবে ঐ ভিডিওর মন্তব্য অংশে ব্যাখ্যা করা আছে যে ১৩ বছরের বেশী বয়সী যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। | 校对:nairobi |