# | ben | zhs |
---|
1 | টাইফুন কেটসানা দক্ষিণ পূর্ব এশিয়াকে বিপর্যস্ত করেছে | 凯莎娜台风重创东南亚 |
2 | গত মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের উপর দিয়ে কেটসানা নামক টাইফুন বা ঘূর্ণিঝড় বয়ে যায়। | 凯莎娜台风袭击东南亚数国,造成几百人死亡,更有几百万人因此无家可归。 |
3 | এই ঘটনায় প্রায় একশত লোক মারা যায় এবং লক্ষ লক্ষ লোক গৃহহীন হয়ে পড়ে। | 凯莎娜在菲律宾造成有史以来最严重的水灾,影响人数高达三百万人。 |
4 | এই টাইফুন ফিলিপাইনসে এক বন্যার সৃষ্টি করে এবং এখন পর্যন্ত ৩০ লক্ষ লোককে আক্রান্ত করেছে। | 同时,居住在越南中部、柬埔寨跟老挝南方的居民,也有上万人遭到撤离。 |
5 | এটি কেন্দ্রীয় ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং দক্ষিণ লাওসের লক্ষ লক্ষ লোককে গৃহহীন করেছে। | 凯莎娜摧毁超过300,000住家,学校还有越南的其他建设: |
6 | “কেটসানা” ভিয়েতনামের প্রায় ৩০০,০০০ বেশি বাড়ি, স্কুল, এবং অন্যান্য কাঠামো ধ্বংস করেছে: | 自从暴风周二袭击中部海岸以来,根据国家洪水和风暴控制委员会最新数据显示,至少有92人死亡,19人失踪,199人受伤。 |
7 | মঙ্গলবারে এটি উপকূলীয় এলাকায় আঘাত হানার পর থেকে এই ঘটনায় ৯২ জন লোক মারা গেছে, ১৯ জন নিখোঁজ রয়েছে এবং ১৯৯ জন আহত হয়েছে। | 今年从东海而来的洪水、暴雨,夹带九个暴风,已淹没或冲毁了337,000家园,学校和其他建设。 |
8 | এই পরিসংখ্যান টি পাওয়া গেছে জাতীয় বন্যা এবং ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কমিটির কাছ থেকে। | 多达350,000人被强制撤离: |
9 | প্রবল বৃষ্টিপাত এবং তার সাথে পূর্ব সমুদ্র থেকে আসা নয়টি ঘূর্ণিঝড় এ বছরে প্রায় ৩৩৭,০০০ টি ঘর, স্কুল এবং মানুষের বানানো বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। | 暴风破坏了将近170,000个家园。 |
10 | একই সাথে তা প্রায় প্রায় সাড়ে তিন লাখ এর ও বেশী লোককে ঘরছাড়া করেছে। | 官员表示,在越南六个省份的作物被夷为平地,台风所经之处以有超过35万人被疏散。 |
11 | এই ঝড় প্রায় ১৭০,০০০ টি ঘর ধ্বংস করেছে এবং ভিয়েতনামের ছয়টি প্রদেশের শস্য নষ্ট করেছে। | 居民形容凯莎娜为「近四、五年来最严重的台风」。 |
12 | সরকারি কর্মকর্তা বলছে টাইফুন যে এলাকার উপর দিয়ে গেছে, সে সব এলাকার প্রায় ৩৫০,০০০ লোককে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে। | 他们也担忧「洪水会超越1964年的纪录」。 |
13 | সেখানকার বাসিন্দারা বলছে “কেটসানা বিগত চার থেকে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকরতম টাইফুন”। | 推特网上关于台风的反应如下: |
14 | কর্মকর্তারা আশংকা প্রকাশ করছে যে “এবারের বন্যার ভয়াবহতা ঐতিহাসিক ১৯৬৪ সালের বন্যাকেও ছাড়িয়ে যাবে”। | jjlechau: 凯莎娜虽然袭击越南中部,但是南部地区诡异的宁静。 |
15 | এই ঝড় সম্বন্ধে ভিয়েতনামের টুইটারে প্রতিক্রিয়া: | 这边只有一点云跟微微的风。 |
16 | জেজেলচুয়া: কেন্দ্রীয় ভিয়েতনামে টাইফুন কেটসানা আঘাত হানা সত্বেও ভিয়েতনামের দক্ষিণ অংশ বিস্ময়করভাবে অনেকটা শান্ত ছিল। | quangdieu911: 台风重创广南,广义,请大家位他们做点什么吧…越南南部雨下了整夜,完全无法出门。 |
17 | সেখানে সামান্য কিছু মেঘ এবং বাতাস বইছিল। | EmilyPham: 暴风在菲律宾造成严重水灾,现在已经增强到台风的等级,肆虐越南。 |
18 | কুয়াংডিউ৯১১: ঝোড়ো বাতাস কুয়াং নাম, কুয়াং নাগাই, এলাকাকে বিপর্যস্ত করে ফেলেছে। | sereneyee: @mykelism 凯莎娜还没有到我们这一头来。 |
19 | দয়া করে যেন তাদের ভালো কিছু ঘটে, …. | 目前中部省份已宣布在国家紧急状态。 |
20 | দক্ষিণ ভিয়েতনামে সারারাত বৃষ্টি পড়েছে। | 洪水在暹粒,柬埔寨。 |
21 | কোথায় যাবার উপায় নেই। | 照片来自Cambodia Calling博客。 |
22 | এমিলিপাহাম: এই ঝড় যা ফিলিপাইনসে এক ভারী বৃষ্টিপাত বয়ে আনে, এখন তা টাইফুন বা ঘূর্ণিঝড় পরিণত হয়েছে, এই টাইফুন ভিয়েতনামকে ধ্বংস করে ফেলেছে। | 凯莎娜也重击柬埔寨,许多地区遭洪水侵犯。 |
23 | সেরেনিই:@মাইকেলিসম কেটসানার তাণ্ডব এখনো শেষ হয়ে যায়নি, ভিয়েতনাম দেশটির কেন্দ্রীয় অংশে জরুরী অবস্থা জারি করেছে। | Cambodia Calling博客表示,这是暹粒首次遭受这么严重的水灾: |
24 | সিয়াম রিপের বন্যা, ছবি ক্যাম্বোডিয়া কলিং ব্লগ থেকে নেওয়া হয়েছে | …这是暹粒首次遭受这么严重的水灾。 |
25 | এ ছাড়াও ক্যাম্বোডিয়াতে কেটসানা উপর্যুপরি আঘাত হেনেছে, যার ফলে দেশটির অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। | 在暹粒国际学校地带,洪水严重的程度,让Thyda不得不下车。 |
26 | ক্যাম্বোডিয়া কলিং জানাচ্ছে এই প্রথমবার সিয়াম রিপ-এ বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ….. | 她推着摩托车,继续走500米。 |
27 | এই প্রথম সিয়াম রিপে বন্যা এত খারাপ আকার ধারণ করল। | 水渗进了引擎,摩托车因此无法启动。 |
28 | সিয়াম রিপের ইন্টারন্যাশনাল স্কুলের কাছে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং থাইডা তার মোটর সাইকেল থেকে নেমে সেটিকে ৫০০ মিটার ঠেলে নিয়ে গেছে। | 她 说,汽车司机开车很快,因为不想陷在水域,而汽车行经造成的涟漪,让她寸步难行。 |
29 | এর ইঞ্জিনে পানি ঢুকে গিয়েছিল এবং মোটর সাইকেল চালু হচ্ছিল না। | Andy Brouwer提到其他地区的水患: |
30 | ভদ্রমহিলা জানাচ্ছে, সে সময় গাড়ির ড্রাইভাররা রাস্তায় খুব জোরে গাড়ি চালাচ্ছিল যাতে তারা পানির মধ্যে আটকা পড়ে না যায়। | 暹粒下了一夜的雨,旧市场区已经泡在水中,其中包括酒吧街跟波寺路。 |
31 | এই ঘটনার কারণে পানি ছিটকে আসছিল, ফলে তার মোটর সাইকেলটিকে সামনে ঠেলে নিয়ে যাওয়া আরো কঠিন হয়ে উঠছিল। | 另外,吴哥窟和平饭店、阿曼莎亚酒店、暹粒攀喜酒店的前方道 路也遭洪水侵犯。 |
32 | এন্ডি ব্রাউয়ের, বন্যা আঘাত হেনেছে এমন অন্য এলাকার কথা তুলে ধরেছেন: | 国道六号往机场方向,目前也泡在水中。 |
33 | একরাতের বৃষ্টিতে সিয়াম রিপ এর পুরোনো বাজার বৃষ্টির পানিতে তলিয়ে যায়। | 在吴哥,豆蔻寺跟班蒂克戴寺已经淹水了。 |
34 | এর সাথে ডুবে যায় পাব স্ট্রিট এবং অন্য সব এলাকা, যার মধ্য রয়েছে ওয়াট বো রোড এবং হোটেল ডে লা প্যাক্স, আমাসারা এবং লা রেসিডেন্স হোটেলের সামনের রাস্তা। | 吴哥窟的护城河已达最高水 位。 |
35 | অ্যাঙ্কর-এ, প্রাসাদ কারাভান ও বেনটাই কেডাই এর সামনের রাস্তা পানিতে ডুবে গেছে এবং অ্যাঙ্কর ওয়াটকে যে খাল ঘিরে রেখেছ তা বৃষ্টির পানিতে উঁপচে পড়ছিল। | 金边目前则还没有任何灾情。 |
36 | নমপেন এই মুহূর্তে তেমন একটা আক্রান্ত হয় নি। | 美国基督教世界救济会列出柬埔寨疏散中心所需的紧急物资: |
37 | চার্চ ওয়ার্ল্ড সার্ভিস জরুরী প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করেছে যা ক্যাম্বোডিয়ান আশ্রয় কেন্দ্রে প্রয়োজন হয়ে পড়বে: | 美国基督教世界救济会-柬埔寨支会(CWS Cambodia) 报告,在磅同省,223个村庄约14744家庭,已被水淹没了。 |
38 | চার্চ ওয়ার্ল্ড সার্ভিস ক্যাম্বোডিয়া জানাচ্ছে যে কোমপং থোম প্রদেশের ২২৩ টি গ্রাম ও ১৪,৭৪৪টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। | CWS Cambodia 已进行评估和报告。 |
39 | সিডাব্লিউএস চার্চ ওয়ার্ল্ড সার্ভিস ক্যাম্বোডিয়া দুর্গত এলাকায় সাহায্য ও জরুরী ভিত্তিতে কি কি প্রয়োজন তা সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে খাবার, থাকার জায়গা (এক ধরনের প্লাস্টিক যা দিয়ে পরিবারকে বৃষ্টি আর রোদ থেকে রক্ষা করা যায়), বিশুদ্ধ খাবার পানি, মশারি, এবং পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা দি। | 目前灾区最迫切需要的包括食品,住所(塑料布用来抵抗雨跟暑热),干净的水,蚊帐,以及水和 厕所。 |
40 | (কেটসানার দ্বারা ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়া যে ধ্বংস সাধন হয়েছে তার ছবি দেখতে চাইলে ভিয়েতনাম নেট ব্রিজ ও কে আই মিডিয়ায় প্রবেশ করুন) লাওসের দক্ষিণ অংশ “কেটসানার” দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। | (要查看“凯莎娜”在越南和柬埔寨造成的灾害,请至Vietnam Net Bridge和 KI Media。) |
41 | ঝেকং ও আতাপয়ু প্রদেশে ব্যাপক বন্যা ছড়িয়ে পড়েছে। | 老挝南部也遭到“凯莎娜”破坏。 |
42 | কর্তৃপক্ষ বলছে, প্রায় ৫০ হেক্টর পরিমাণ চাষের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। | 色贡跟阿拉市省有水患面积广大。 |
43 | কেপিএল লাওস সংবাদ সংস্থার মতে: | 当局已呈报有五十公顷的农作物遭淹没。 |
44 | ১৬ নম্বর রাস্তা, অনেক সেতু ও গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। | 根据KPL Lao News Agency: |
45 | বুধবার সকালে সেকং প্রদেশের সেকং নদীর পানি উপচে পড়ার পর পরই এসব ঘটনার সৃষ্টি হয়। | 自周三上午, 塞公省的赛贡河泛滥,造成十六号道路、桥梁、村落的通讯及电力系统也中断及淹没。 |
46 | একই সময় সেডন নদীর পানি ঝড়ের প্রভাবে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং সারাভান প্রদেশের খনংসেডন ও ভাপি জেলার কিছু ধান ক্ষেত ও গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। | 同时,Sedon河的水位受到暴风影响,逐渐升高,泛滥至周遭的稻田,部份村落及沙拉湾省的Khongsedon 跟Vapy两个地区。 |
47 | টাইফুন কেটসানা থাইল্যান্ডে সরাসরি আঘাত হানে নি, কিন্তু তার প্রভাবে রাজধানী ব্যাংককে কিছু বৃষ্টিপাত হয়েছে। | 尽管泰国没有直接受到「凯莎娜」影响,但是台风为曼谷带来豪雨。 |
48 | দি ব্যাংকক বিউগল লিখেছে: সেদিন ব্যাংককের আবহাওয়া ছিল বর্ষণ সিক্ত এবং বিষন্ন। | The Bangkok Bugle写道: |
49 | এই বিষয়টি স্মরণ করিয়ে দেয়, টাইফুন কেটসানা শহরের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। | 曼谷的早上非常潮湿阴暗,如同台风凯莎娜通过城市上空的残余。 |
50 | সেদিন সারাদিন হালকা বৃষ্টিপাত হয়েছে। গত রাতের ৮ পর্যন্ত বৃষ্টি পড়ছিল। | 自从昨晚八点,雨下的很稳定,不算大。 |
51 | আমার বাসা যে রাস্তায়, তার পাশের ছোট খাল পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তা বন্যা হবার মত নয় এবং আমার অফিসে যাবার পথে তেমন কোন বিশেষ ঘটনা ঘটে নি। | 我这条街上的水渠水位高,但还不至于溢流。 |
52 | গতকাল শহরে বেশ জোরে জোরে বাতাস বইছিল এবং আমি হিসেব করে দেখলাম পরদিন সকালে আবহাওয়া এখনকার চেয়ে বেশি ঠাণ্ডা ছিল। | 昨天城市里的风颇大,不过今早到办公室的路上很平顺,我想今天温度应该比平常低了几度。 |
53 | কেটসানা একটি লাও নাম, এটি একটি গাছের নাম, যা দেখতে অনেকটা সুগন্ধী আগর গাছের মত। | 凯莎娜是老挝语的名字,形容一种类似沉香木的树。 |
54 | ফিলিপাইনসের বন্যা পরিস্থিতির সম্বন্ধে আরো পড়তে চাইলে গ্লোবাল ভয়েসেসের এই সমস্ত প্রবন্ধ পড়তে পারেন: বন্যার উপর বেশ কিছু ভিডিও রয়েছে, যার মধ্যে আছে সিটিজেন ভিডিও, চল্লিশ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, বন্যায় আক্রান্ত ২৫ লক্ষ জনতা, ইত্যাদি। | 欲知更多菲律宾的水患状况,请上全球之声:菲律宾:公民媒体与水灾记录、 菲律宾:四十年最严重水灾、菲律宾:250万人受水患影响。 |
55 | ফিলিপাইনসের বন্যা আক্রান্ত গ্রাম, ছবি মাইগ্রান্টের সৌজন্যে | 菲律宾遭洪水淹没的村庄。 |
56 | টুইটারের শক্তি: | 照片由Migrante提供。 |
57 | ফিলিপাইনসে বন্যা আক্রান্তদের উদ্ধার কার্যে সাহায্য করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা পালন করেছে তা গ্লোবাল ভয়েসেসে উদ্ধৃত করা হয়েছে। | 推特的力量 全球之声在此强调公民媒体的角色,在协助菲律宾水患救灾功能的发挥。 |
58 | বিপর্যয়ের সময় মাইক্রোব্লগিং সাইট যেমন টুইটার ও প্লার্কের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরো সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হবে। | 具体例子可以进一步说明微型博客的重要作用,例如Twitter和Plurk在灾难发生时所扮演的角色。 |
59 | একজন টুইটার ব্যবহারকারী এক ত্রাণকেন্দ্রে সেচ্ছাসেবী হবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। | 一名推特用户请求志工协助运输物资到疏散中心: |
60 | আরটি@টিজেমানোটক: রকওয়েল, , আজ রাতে ৩০০ গরম ডিম এবং ২০ টি পাউরুটি ২ কাতিপুনান/ অউরারো আশ্রয় কেন্দ্রে সরবরাহ করার জন্য মাকাতির সাহায্যের প্রয়োজন। | RT @tjmanotoc: Rockwell有300颗水煮蛋跟20条吐司,Makati今晚需要协助运往Katipunan/Aurora物资集中区。 |
61 | কয়েক মিনিট পরে এই টুইটার ব্যবহারকারী উত্তর পান: | 几分钟后,这篇讯息得到了正面的回应: |
62 | আরটি@টিজেমানোটক: ধন্যবাদ, প্রচার এবং প্রস্তাবের জন্যে। | RT @tjmanotoc: 感谢RTs跟提供协助的人。 |
63 | আমাদের একজন স্বেচ্ছাসেবী এখন আছে ডিমগুলো পৌঁছানোর জন্যে। | 我们已经找到一名志工运输水煮蛋了。 推特万岁! |
64 | টুইটার তোমাকে আমরা ভালবাসি। | 马尼拉部分市区淹水状况。 |
65 | ম্যানিলা শহরের বেশ কিছু অংশ এখনও বন্যায় তলিয়ে আছে | 校对:Portnoy |