# | ben | zhs |
---|
1 | সৌদি প্রতিবাদকারীর আদালতের বিচার প্রত্যাখ্যানঃ “আমি নারীদের অবনতি সহ্য করব না” | 沙特运动人士拒绝审判:“我绝不容许妇女被贬低” |
2 | এই পোস্টটি আমাদের “সৌদি আরবে আদালতের বিচারে সংস্কারবাদীরা” এর বিশেষ কাভারেজের একটি অংশ: | 今日(5月4日),沙特公民权利和政治权利协会联合创始人,Abdulkareem al-Khudar博士接受第五次开庭审判。 |
3 | সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সমিতির সহ প্রতিষ্ঠাতা ডঃ আব্দুলকারেম আল-খুদার চলমান বিচারের পঞ্চম অধিবেশন আজ অনুষ্ঠিত হয়েছে। | 上一次开庭时,法官仍拒绝妇女参与公审,表示她们应该留在家里。 |
4 | পূর্ববর্তী সেশনের মতই, বিচারক প্রকাশ্য আদালতে মহিলাদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া প্রত্যাখ্যান করা অব্যাহত রেখেছেন। | 上次审判,al-Khudar博士拒绝进入法庭,理由是法庭不允许女性与男性一同参与听审。 |
5 | তিনি বলেছেন, তাঁরা আদালতে নয়; বাড়িতে থাকবে। | 因此,法官向他发出为期四个月的逮捕令。 |
6 | শেষবারের মত যখন ডাঃ আল-খুদার নারী ও পুরুষের উভয়ের বিচারের সময় উপস্থিত থাকার অনুমতি ছাড়া আদালতে প্রবেশ করতে অস্বীকার করেন, তখন বিচারক তাঁর বিরুদ্ধে চার মাসের গ্রেফতারি পরোয়ানা জারি করেন। | 自此之后,al-Khudr博士就一直被囚禁在Buraydah公共监狱。 |
7 | তারপর থেকে ডাঃ আল-খুদার বুরাইধাহ পাবলিক কারাগারে আটক রয়েছেন। এখানে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে তাকে আদালত ভবন ত্যাগের সময় হাতকড়া পড়া অবস্থায় দেখা যাচ্ছে। | 上传的视频中,al-Khudar双手戴着手铐,离开法院大楼时,他说道: |
8 | সেখানে তিনি বলেছেন: | 我因为试图改善这个国家的处境而被囚禁。 |
9 | আমি এই জাতির অবস্থার উন্নয়নের চেষ্টার জন্য কারারুদ্ধ হয়েছিলাম। | 我祈祷这一愿望能够被实现,就算牺牲我的生命也值得。 |
10 | আমি এটা অর্জন করা জন্য প্রার্থনা করছি অথবা আমার মৃত্যুর জন্য প্রার্থনা করুন। আদালত সময়ের পরে হাতকড়া পড়া অবস্থায় ডাঃ আল-খুদার। | al-Khudar博士在出庭后被戴上手铐,来自 ACPRATube |
11 | এসিপিআরএ টিউব থেকে নেওয়া হয়েছে। যখন বিচারক মহিলাদের (ডাঃআল-খুদারের মা ও স্ত্রী সহ) বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি প্রত্যাখ্যান অব্যাহত রাখেন, তখন তিনি কথা বলতে এবং নোট লিখতে অস্বীকার করেন। | 法官持续拒绝妇女参与听审(其中包括al-Khudar博士的母亲和妻子), al-khudar拒绝在庭上发言,但写了张纸条。 |
12 | নোটটি তার আইনজীবী সেশনের শেষে পড়ে শোনান: | 开庭结束后,他的律师读出他写的纸条,写道: |
13 | আমি শপথ করছি যে, কোরআনের অর্থ বিকৃতির মাধ্যমে ইসলামের নামে নারীদের অধ:পতন আমি সহ্য করব না। | 我发誓我将不会容忍以伊斯兰的名义,扭曲古兰经的经文,扭曲神的意思来贬低妇女。 |
14 | অবনতি যদি আইনের নামে হয়, তবে যারা এটি লিখবেন তাঁদের দায়ী করা উচিত। | 如果这样的贬低是以法律的名义,那麽立法的人难辞其咎。 |
15 | এই পোস্টটি আমাদের “সৌদি আরবে আদালতের বিচারে সংস্কারবাদীরা” এর বিশেষ কাভারেজের একটি অংশ: | 下一次开庭将会在下周六5月11日举行。 |