Sentence alignment for gv-ben-20090926-6540.xml (html) - gv-zhs-20090923-3784.xml (html)

#benzhs
1ইরান: প্রতিবাদকারীরা নিউ ইয়র্কে আহমাদিনেজাদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করবে伊朗:用抗争欢迎总统访问纽约
2ইরান সরকার আর তার মানবাধিকার লংঘনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন, তারা অপেক্ষায় রয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের, তিনি এই সপ্তাহে জাতি সংঘের সাধারণ পরিষদে অংশ নেবার জন্য নিউ ইয়র্কে হাজির হয়েছেন।
3নাগরিক মিডিয়া লোকজনকে উৎসাহিত করছে, যাতে তারা ২৩ ও ২৪ তারিখের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।
4ইতোমধ্যে নিউ ইয়র্কের হেমাসলে হোটেল, সামনের সপ্তাহের এক খাবার অনুষ্ঠান আয়োজন বাতিল করেছে, যখন তারা আবিষ্কার করে যে উক্ত অনুষ্ঠানে আহমাদিনেজাদ উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন।
5নিকহাঙ্গ কোসার অন্যতম এক কার্টুনিষ্ট এবং ব্লগার। তার একটি কার্টুনে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে আহমাদিনেজাদ গৃহহীন অবস্থায় রয়েছেন এবং তিনি স্ট্যাচু অফ লিবার্টির কাছে থাকার জন্য এক জায়গা খুঁজছেন।伊朗总统阿曼尼内贾德(Mahmoud Ahmadinejad)将于本周访问美国纽约,出席联合国大会,他所面对的欢迎阵仗中,也包括抗议伊朗政府及侵害人权案件的群众,公民媒体一如往常,鼓励民众参加今明两天的示威活动。
6কার্টুনের শিরোনাম: বোন তোমার কাছে কি খালি ঘর বা ইঁদুরের গর্ত হবে, এক সপ্তাহের জন্য ভাড়া নেওয়া দরকার?纽约Helmsley旅馆得知伊朗总统将前来演说后,也已取消原订于下星期的宴会,知名漫画家兼博客Nikahang Kosar在作品中,描绘阿曼尼内贾德在纽约无家可归,询问自由女神像是否有地方借住,漫画里的对白写着:
7এখানে এক ভিডিও রয়েছে যেই ভিডিওতে লোকজনকে আহ্বান জানানো হচ্ছে, যেন শহীদদের নামে তারা আহমাদিনেজাদের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদে অংশগ্রহণ করে।
8এই ভিডিওতে ইরানের প্রতিবাদকারীদের প্রদর্শন করা কিছু পোস্টার ও ছবি প্রদর্শন করা হয়েছে।姐姐,你有没有空房子或老鼠洞出租给我一个星期。
9ইউনাইটডে৪ইরান, এমন একটি দল যারা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত না থেকে ইরানের মানবাধিকার ও নাগরিক অধিকারের জন্য সবার সাথে এক যোগাযোগ মূলক সম্পর্ক তৈরির জন্য কাজ করে যাচ্ছে, আমরা পাঠ করি:
10নিউ ইয়র্কে আমার ভোট কোথায়, অন্য সকল মাঠ পর্যায়ের কর্মীদের সাথে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেপ্টেম্বরের ২৩ ও ২৪ তারিখে নিউ ইয়র্কে জাতি সংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেবার জন্য।
11ইরানের জনগণের মানবাধিকার ও নাগরিক অধিকার লংঘনের দায়ে আহমাদিনেজাদের বিরুদ্ধে এই প্রতিবাদ, এই অধিকার জাতিসংঘের সার্বজনীন ঘোষণা, মানবাধিকার ও আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারের ঘোষিত সনদ, যে সনদ কে ইরান স্বীকৃতি দিয়েছে।
12ইরানীয়ান. কম এর কাভেহ আহনাগার ব্যাখ্যা করছে কেন নিউ ইয়র্কে আহমাদিনেজাদ এর বিরুদ্ধে প্রতিবাদ করা সময়ের অপচয় নয়:以下这段录像邀请民众以烈士为名,参与抗议伊朗总统的活动,画面中收集众多在伊朗抗议现场使用的海报及照片:
13প্রচার মাধ্যমে খেয়াল করছে কখন এবং কোথায় প্রতিবাদ অনুষ্ঠিত হব।United4Iran是个无党派的伊朗人权与民权串连组织,其中指出:
14এর পাশে থাকা জনতা এবং পথিকরা খেয়াল করছে অনুষ্ঠানটি। এবং যদি প্রতিবাদ অনুষ্ঠানটি সার্থক ভাবে করা যায় তাহলে এই ঘটনার প্রতি সবাই এক নতুন দৃষ্টিতে তাকাবে।Where Is My Vote NY及其它草根组织联名,邀请各位参加9月23日及24日在纽约市联合国总部的抗争场合,民众将向伊朗总统抗议该国侵害国内人权与公民权,尤其伊朗亦为联合国「世界人权宣言」缔约国。
15এই প্রতিবাদ কাউকে প্ররোচিত করার জন্য নয়, কিন্তু তা মানুষের ভেতরে একটা বোধ সৃষ্টির জন্য করা হচ্ছে। প্রতিবাদকারীরা এক পরিবর্তনের আহ্বান জানাচ্ছে।Kaaveh Aahangar在Iranian.com 说明,为何在纽约抗议伊朗总统并非浪费时间:
16তারা এই বিষয়ের প্রতি দ্বিতীয় মনোযোগ প্রদান ও কারণের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এই প্রতিবাদের লক্ষ্য জনতা, রাজনীতিবিদ এবং নীতি-নির্ধারকদের সচেতন করা, বিশেষ বিষয় সম্বন্ধে।媒体会注意到抗议活动现场,行人会注意到抗争行动出现,政治人物会注意到有抗争,若抗议安排得宜,总会让人们以新态度看待此事,抗争活动本身不具说服力,但能带来说服力,能带来改变,能让人重新看到问题与目标,抗议让大众、政治人物与官员意识到,人们非常重视这项目标与诉求。
17Email
18লিখেছেনHamid Tehrani
19অনুবাদ করেছেন বিজয়