# | ben | zhs |
---|
1 | নেপালে প্রচার মাধ্যম আক্রমণের শিকার | 尼泊尔:媒体再遭亲政府人士攻击 |
2 | নেপালে গণতন্ত্র ফিরিয়ে আনা হলেও, দেশের প্রচার মাধ্যম আগের মত ভয় আর হুমকির পরিবেশের মধ্যে এখনো কাজ করছে । | |
3 | সাংবাদিক আর প্রকাশকের উপর জঘণ্য হামলা ইদানিং সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। | 尽管尼泊尔已回归民主体制,国内媒体依然生活在威胁与恐吓之下,暴力攻击记者与出版商消息时有所闻。 |
4 | ২১ ডিসেম্বর, শাসক মাওবাদি দলের কর্মীরা হিমাল মিডিয়ার অফিসে হামলা করে। এই প্রকাশনা হাউজ থেকে হিমাল আর ওয়েভ ম্যাগাজিন, নেপালী টাইমস আর হিমাল দক্ষিণ এশিয়া ম্যাগাজিন প্রকাশিত হয়। | 12月21日,与毛派执政党有关的人士攻击Himal Media的办公室,该出版社发行《Himal》、《Wave》、《Himal South Asian》等杂志及《尼泊尔时报》。 |
5 | ইউনাইটেড উই ব্লগ এই ঘটনা বর্ণনা করেছেন: “মাওবাদী ক্যাডাররা ললিতপুরের হাতিবানে হিমাল মিডিয়ার অফিসে ভাংচুর চালায় আর কর্মীদের উপর হামলা করে। | United We Blog描述事件经过: |
6 | আক্রান্তদের মধ্যে ছিলেন প্রকাশক আর নেপালি টাইমসের সম্পাদক কুন্দা ডিক্সিট, সিইও আশুতোশ তিওয়ারি, এক্সিকিউটিভ সম্পাদক কিরন নেপাল আর সিনিয়র প্রতিনিধী দাম্বার কৃষ্ণ শ্রেষ্ঠা এবং আরও অনেকে।” এই উদ্ধত আচরণ সকল রাজনৈতিক দল, আন্তর্জাতিক মুক্ত প্রেস সংস্থা আর জাতিসংঘ থেকে কঠোর সমালোচনার ঝড় তুলেছে। | 毛派人士捣毁Himal Media位于Hattiban的办公室,并攻击多位职员,包括发行人兼《尼泊尔时报》编辑Kunda Tiwari、执行长Ashutosh Tiwari、执行编辑Kiran Nepal、资深记者Dambar Krishna Shrestha等多人。 |
7 | অদ্ভুত ব্যাপার হলো, মাওবাদী দলের নেতৃত্ব এই ব্যাপারে চুপ আছে। | 这件无耻行为引起各主要政党、国际媒体自由组织及联合国强烈抨击,令人意外的是毛派党政高层对此一片静默。 |
8 | সাম্প্রতিক হিমাল মিডিয়ার উপরে মাওবাদী দলের হামলা নেপালের মুক্ত প্রেসের বিরুদ্ধে এই দলের উদ্বেগের দীর্ঘ ইতিহাসে আর একটা সংযোজন। সামুদায়া. | 毛派长期对自由媒体怀有敌意,Himal Media只是最新案例,Samudaya.org的Kashish自2000年便开始与Himal Media往来,他也提到长期暴力史: |
9 | অর্গ এর কাশিশ, যিনি হিমাল মিডিয়ার সাথে ২০০০ থেকে যুক্ত, সংঘর্ষের ইতিহাস নিয়ে লিখেছেন: “ওয়েবসাইট আইএফজে. | 若在国际记者联盟网站上搜寻「尼泊尔」,或在Google上搜寻「记者遭毛派杀害」等关键词,就可看到尼泊尔毛派份子长久对待媒体的残忍历史,眼见这个政党今日领导尼泊尔政府,更令许多人感到痛苦。 |
10 | অর্গ (সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশন) এ ‘নেপাল' দিয়ে সার্চ দিলে বা গুগলে ‘মাওবাদীদের দ্বারা হত্যা করা সাংবাদিক' কীওয়ার্ড দিয়ে খুঁজলে দেখা যাবে নেপালে মাওবাদীদের মিডিয়ার বিরুদ্ধে আগ্রাসনের হিংস্র ইতিহাসের বিস্তারিত। | |
11 | এটা আমাকে মনে করিয়ে দেয় রাশিয়ার সাংবাদিকদের কথা যারা সাম্প্রতিক সময়ে ‘রহস্যজনক' ভাবে মারা গেছেন। | 我想起近年来多位俄罗斯记者皆「离奇」死亡,但在尼泊尔,记者死亡倒一点都不离奇,毛派常主动承认或遭人发现下手杀害或攻击记者。 |
12 | নেপালে অবশ্য এটা কোন রহস্য না; মাওবাদীরা হয় এর কৃতিত্ব নিয়েছে বা তাদেরকে দায়ী করা গেছে এইসব আক্রমণ আর হত্যার জন্য।” | 此次Himal Media遭攻击,外界普遍怀疑源于尼泊尔语双周刊《Himal》的一篇报导,其中提及与毛派相关的工会活动。 |
13 | হিমাল মিডিয়ার বিরুদ্ধে আক্রমণের কারন ব্যাপকভাবে মনে করা হচ্ছে মাওদের সমর্থিত ট্রেড ইউনিয়নের কাজ নিয়ে একটা রিপোর্ট, যা নেপালী ভাষার পাক্ষিক ম্যাগাজিন হিমালে প্রকাশিত হয়। | |
14 | চেন্জইনকেইউ এই ঘটনাকে অন্যভাবে দেখেন: | ChangeinKU对攻击事件与原因则有不同看法: |
15 | “হিমাল মিডিয়া দাবি করেছে যে মাওবাদিরা তাদেরকে আক্রমন করেছে তাদের একটা রিপোর্টের জন্য যা স্বদেশীয় সাপ্তাহিকি ‘হিমাল' এ প্রকাশিত হয়েছিল। একই সময় এটা সবার জানা কথা যে হিমাল মিডিয়া চাকুরিচ্যুত করছে লোককে। | Himal Media宣称由于尼泊尔语双周刊《Himal》的一篇报导,让他们遭到毛派份子攻击,但与此同时,该公司正在裁员也是公开的秘密,因此做为一位中立的尼泊尔民众,不需仰赖在报上撰稿,实在很难确知谁是谁非,也有可能管理阶层蓄意安排攻击事件,做为加速裁员的借口。 |
16 | তাই একজন পক্ষপাতহীন নেপালী যাকে তার জীবনধারনের জন্য সংবাদপত্রে লিখতে হয়না, তার জন্য এটা ঠিক করা খুবই কঠিন যে কে ঠিক আর কে ভুল। | 无论攻击背后原因为何,此事都让外界强烈质疑尼泊尔政府对媒体自由的态度,位于纽约的南亚记者协会于11月亦曾提出同样问题,并提及「无疆界记者组织」对尼泊尔媒体受威胁的报告: |
17 | এটা হতেও পারে যে ম্যানেজমেন্ট নিজে এই ধরনের আক্রমন চালিয়েছে অফিসকে তাড়াতাড়ি বন্ধ করার জন্য যাতে চাকুরিচ্যুতিকে স্থায়ী করা যায়।” | 攻击与恐吓记者在尼泊尔各地仍时常发生,尤其在南部特莱(Terai)地区特别严重,由武装团体主导一切,几乎不见任何警力。 |
18 | আক্রমণের পিছনে কারন যাই থাকুক না কেন, এর ফলে নেপালী সরকারের প্রেসের স্বাধীনতা বিষয়ে তাদের দায়িত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। | 照片博客MyRepublica有一系列由Bijay Rai拍摄的照片,记录记者受伤与办公室财产遭毁损的情况。 |
19 | গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অবস্থিত দক্ষিণ এশিয়া সাংবাদিক এসোসিয়েশন একই প্রশ্ন তুলেছিল আর রিপোর্টাস উইদাউট বর্ডারের রিপোর্ট অর্ন্তভুক্ত করেছিল নেপালী প্রেসের বিরুদ্ধে হুমকির ব্যাপারে: | |
20 | “এলাকায় সন্ত্রাস আর সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি প্রদর্শন এখনো বেশ হয়ে থাকে। | 校对:Soup |
21 | সাংবাদিকরা হুমকির সম্মুখীন বেশী হন বিশেষ করে দক্ষিণের তেরাই অঞ্চলে, যেখানে অস্ত্রধারী দল আছে আর প্রায় কোন পুলিশ নেই।” | |
22 | ফটোব্লগ মাইরিপাব্লিকা তে বিজয় রায়ের তোলা বেশ কিছু ছবির সংগ্রহ আছে যেখানে হামলার পরে আহত সাংবাদিক আর ক্ষতিগ্রস্ত অফিস দেখা যাচ্ছে। | |