Sentence alignment for gv-ben-20120719-28080.xml (html) - gv-zhs-20120626-11151.xml (html)

#benzhs
1নিকারাগুয়াঃ শিশুশ্রম বন্ধে বিরামহীন সংগ্রাম尼加拉瓜:童工问题 进退维谷
2নিকারাগুয়াতে শিশু শ্রম বন্ধ করা বা বন্ধের চেষ্টা করা মোটেই কোন সহজ কাজ নয়।终结尼加拉瓜的童工问题,绝对是份苦差事。
3নিচের ভিডিওতে দেখান হয়েছে যে কেন নতুন আইন সত্বেও এখনও অনেক শিশু কেন কাজে নিয়োজিত রয়েছে।尽管尼加拉瓜政府立定了新法,仍无法遏止众多孩子沦为童工的命运,个中原因为何,下列影片将带你一窥究竟。
4যদিও শিশুদের শিক্ষাদান এবং সচেতনতামূলক প্রচারনার বিষয়ে প্রদানে অনেক পরিবার সাড়া প্রদান করেছে কিন্তু অনেকেরই পরিবার চলে শিশুদের শ্রমের উপর।少数 家庭意识到让孩子 受教的益处,并响应童工关怀活动,但对其他家庭来说,童工却是能让全家免于挨饿受冻的途径。
5শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের এবং যেগুলো তাদের শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক কাজ সেগুলোর বিষয়ে সরকার শিশুশ্রম বন্ধের লক্ষে বিভিন্ন সিন্ডিকেট ও পরিবার ভিত্তিক কর্মসূচী গ্রহন করেছে।
6কিন্তু তার পরেও নিকারাগুয়ার পরিবার গুলো করুন অর্থনৈতিক অবস্থা মোকাবিলার জন্যে তাদের সন্তানদের বাইরে কাজ করতে দিচ্ছে অথবা তাদের ঘরেই উপার্জন করার ব্যবস্থা করে দিচ্ছে। ওমতেপে নিকারাগুয়া তে শিশু ফল বিক্রেতা।即使新法明文规定,禁止政府、雇主、企业主与家长让孩子从事有 害其身心的工作,且不得剥夺孩子学习、成长的时/空间,然而在尼加拉瓜困顿的经济条件下,许多家庭仍不得不送孩子出外工作,或者命他们留在家中帮忙家事。
7সিসি বাই জেচ ক্লেন জারনিম্যান তার কষ্টের শ্রম ছবিগুলোতে তুলে ধরেছেন কিভাবে শিশুরা বিপদজনক কাজে লিপ্ত, কিন্তু তার পরেও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই।尼加拉瓜欧美特贝岛的小小水果贩子,创用 CC 授权 Zach Klein
8হয় তারা শিশুটির শ্রমে নিয়োজিত থাকার কথা অস্বীকার করছেন অথবা তারা শিশুটির উপার্জন তার পরিবারের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে বিবেচনায় তারা নিরুপায় বলে জানিয়েছেনঃJourneyman Pictures 在 Hard Labour (苦工) 一片中探讨此议题,片中披露许多孩童从事危险工作,但有关当局仍否认聘雇童工,或宣称鉴于童工家庭对这笔收入的迫切需求,因此无法不让这些孩子工作挣钱:
9উড়ে আসা পাথর কুচির কারনে অন্ধত্বের ঝুকি থাকা সত্বেও কিছু শিশু পাথর ভাঙ্গছে ।一群孩子冒着瞎眼的危险,忙着将石块敲碎,而他们的眼睛随时可能被碎石砸中。
10সরকারি ভাবে নিকারাগুয়াতে শিশুশ্রম নিষিদ্ধ এ বিষয়ে সমবায় নেতাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা সেখানে শিশুশ্রমের বিষয়টি দ্রুত অস্বীকার করেন। “পাথর ভাঙ্গার শ্রমিক হিসেবে শিশুদের নিয়োগ নিষিদ্ধ।采石场工头知道童工违反尼加拉瓜政府法规,因此急忙 澄清,表示他们并未雇用这些孩子来工作,“请童工来当碎石工是违法的,工作内容太危险了,孩子就是要去上学,不是来工作。”
11কারন এটা খুবই ঝুঁকিপূর্ণ। শিশুরা স্কুলে যাবে কাজে নয়” কিন্তু আনিবাল নামের ১০ বছরের শিশুটি বলছে অন্য এক গল্প।但这与十岁童工 Anibal 的说法却有相当出入,他告诉我们,他在采石场工作受的伤,让他在这一年间经常上医院求诊,“一堆石块从高处砸到我身上,我的腿就受伤了。”
12পাথর কাটার শ্রমিক থাকাকালে আহত হবার পর সে প্রায় এক বছর হাসপাতালে ছিল।“即使桑地诺政府 对童工反对再三,身为拉丁美洲赤贫国家的一员,尼加拉瓜的人民没有太多选择。
13বিরাট একটি স্তুপ অনেক উপর থেকে ধ্বসে আমার উপর পড়ে এবং আমার পা আহত হয় । সান্দিনিস্তা সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞার পরেও নিকারাগুয়ার পরিবারগুলো তাঁদের শিশুদের কাজে পাঠাতে বাধ্য।救助儿童会 (Save the Children) 的当地代表 Diana Espinoza 坦承,其实局势真的很艰困,“整个劳动市场充斥着童工,或多或少而已。””
14সেভ দা চিলড্রেন এর স্থানীয় প্রতিনিধি ডায়ানা এস্পিনজা স্বীকার করেন “সেখানে বিভিন্ন স্তরের শিশু শ্রমের বাজার রয়েছে”।不过,在如此艰困的局势中仍可窥得些许改善契机,尤以咖啡市场为例。
15তারপরেও কিছু পরিবর্তন হয়েছে বিশেষ করে কফি উৎপাদনের ক্ষেত্রে ।农夫若希望加入公平贸易的行列,便得保证不会让孩子到农场采收咖啡豆,而是到学 校上课。
16যে সকল কৃষক তাদের কফি “ফেয়ার ট্রেড পিলিসির” আওতাভুক্ত করতে চান তাঁদের গ্যরান্টি প্রদান করতে হয় যে তাঁদের কফি তোলার কাজে কোন শিশু শ্রমিক নিয়োজিত নেই এবং তাঁদের শিশুরা স্কুলে যাচ্ছে।
17কফি উত্তোলনকারীরা নিজেরাই ছিলেন শিশুশ্রমিক, তাঁরা নিজেরা শিশুশ্রমের প্রভাব সম্পর্কে অবগত, বিভিন্ন বাধা ও অভাব থাকা সত্ত্বেও তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।采收咖啡豆的工作普遍都交予童工,农夫很清楚若让孩子继续学业,而非帮忙赚钱会是相当艰钜的挑战,但即便如此,一名农妇仍表示,这是必要的牺牲, 唯有如此才能成功养育孩子长大。
18একজন মহিলা বলেন এটি একধরনের উৎসর্গ শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্যে যা খুবই প্রয়জনীয় । যদিও একটি ঝরে পড়া শিশুকে আবারো স্কুলে ফেরত পাঠানোর আশা করা খুবই কঠিন, ফাবিওলা বলেন, যখনি তিনি তার সন্তান হোশেকে কাজ থেকে সরিয়ে স্কুলে ভর্তি করতে চেয়েছেন তখনি তিনি কোন না কোন সমস্যার মুখোমুখি হয়েছেন।然而,让童工重返学校上课并非易事,以 Fabiola 及其儿子 Jose 的经验为例,虽然他想让儿子注册上学,而不是在街头挣钱,这他们却碰到各种阻碍,即便成功让 Jose 注册上学,儿子仍要背负童工的污名。
19যদি হোশে কোন স্কুলে ভর্তি হয় তার পরেও তাকে শিশুশ্রমিক হওয়ার অপমান বহন করতে হবে।在下列影片中,可看到孩子纷纷表达他们对尼加拉瓜童工议题的看法。
20নিকারাগুয়ার শিশুশ্রম নিয়ে পরের দুটি ভিডিও চিত্রে কিছু মতামত প্রদান করা হয়েছে।这些孩子来自尼加拉瓜希诺特加地区,在接受 Xchange Perspectives 的训练后,参与童工问题的影片报导:
21নিকারাগুয়ার জিনোতেগা এলাকার একটি এক্সচেঞ্জ পারস্পেক্টিভ এর ওই বিষয়ের প্রতিবেদনের ভিডিও ট্রেনিং এ দেখান হয়ঃ নিকারাগুয়ার উত্তর অংশে মাতাগাল্পার বিষয়টি নিয়ে আব্রে তুস ওজোস নিকারাগুয়াটিন এজাররা [স্পেনীশ] কিছু মন্তব্য করেন।在 Abre Tus Ojos Nicaragua (西文) 的影片中,则由青少年报导尼加拉瓜北部马塔加尔帕地区的童工问题。
22যদিও শিশুশ্রম বন্ধে করতিপক্ষ ও কিছু সংস্থা কাজ করে যাচ্ছে তারপরেও শিশুশ্রমিকদের সাক্ষাতকার থেকে জানা যায় যে শিশুশ্রমের পিছনে কারনগুলো মোটামুটি একই রকমের। উদাহরণস্বরূপ বলা যায় পরিবারের প্রয়োজন মেটানোর জন্যে অথবা কেও অসুস্থ হলে শিশুদেরকেই উপার্জনের হাল ধরতে হয়।在采访过童工,以及努力改善童工问题的相关当局后,他们发现其实这些孩子自幼工作的原因 大多雷同,例如单亲家庭需要额外收入才能维持生计,或者家长生病,童工将是唯一的收入来源,少了这份收入便无法维持全家温饱,碰到这些情形,孩子便必须学 习承担大人的责任。
23অনেক সময় পিতামাতাই সন্তানকে কাজে পাঠান যাতে তারা কিছু শিখতে পারে এবং অলস বসে না থাকে।久而久之, 父母便惯于让孩子从小工作,藉以学习辛勤工作,而非终日游手好闲。
24এই সকল শিশু ও কিশোররা সারাদিন কাজ করে খুবই ক্লান্ত থাকে কিন্তু তার পরেও তাঁদের পরিবারদের সাহায্য করে গর্বিত, তারা এটাকে “কাজ” বলে গন্য করে না এবং এটাকে তাদের নিজেদের অধিকার বলে মনে করে।
25শিশু ও কিশোরদের অধিকার রক্ষার্থে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে যেখানে শিশুরা সকালে স্কুলে যাবে এবং তারপর তাঁদের পরিবারের অর্থনৈতিক সাহায্যের জন্যে কাজে যাবে।尽管这些孩童、青少年镇日工作,回家后疲惫不堪,但为家庭付出却也让他们感到自豪,并非 仅将此视为“工作”,或认为这是剥夺他们享受某些权利的元凶。
26এই বিষয়ে শিশু ও কিশোরদের তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে অবগত করা হয়েছে।政府目前采取的改善措施是让孩童、青少年上午上学,接下来的时间便可帮忙家计,同时也教导孩 子,让他们瞭解自身所拥有的权利。