Sentence alignment for gv-ben-20090922-6390.xml (html) - gv-zhs-20090920-3768.xml (html)

#benzhs
1লেবানন: আমরা এখানে, আমরা সমকামী, আমরা অনলাইনে黎巴嫩:网络上的酷儿社群
2বেকহোসস অনলাইনের একটি পত্রিকা যা আরব জগৎের [সমকামী] যৌনতার মতো বিষয়কে তুলে আনে। এই পত্রিকার প্রতিষ্ঠাতা লেবাননের দল মীম।Bekhsoos为一网络杂志,「报导阿拉伯世界的同性恋与性别议题」,由黎巴嫩团体Meem创立,支持女同性恋、双性恋、酷儿、困惑女子、跨性别者,这份网络杂志最近重新出发,将会固定每星期发刊。
3তারা মহিলা সমকামী, উভকামী, ভিন্ন বা অস্বাভাবিক ব্যক্তিত্ব, যে সমস্ত মেয়েদের উপর প্রশ্ন তোলা হয় এবং লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিদের সাহায্য করে থাকে।
4সম্প্রতি বেকহোসস পুনরায় প্রকাশিত হচ্ছে এবং এখন থেকে পত্রিকাটি প্রতি সপ্তাহে প্রকাশিত হবে।
5বেকহোসস মানে হচ্ছে জানা বা উদ্বিগ্ন হওয়া… এবং প্রতি সপ্তাহের তার একটি ভিন্ন বিষয়ের উল্লেখ থাকে, এবং সেখানে সংবাদ এ মতামত থাকে।
6বেকহোসসে থাকবে কবিতা, গল্প, এবং ব্যক্তিগত ঘটনার গল্প, আরব বিশ্বের অনেক সময় অস্বাভাবিক এবং লিঙ্গ পরিবর্তনকারীর পরিচয়ের উপর গউরুত্ব প্রদান করে থাকে।
7এটি এখন অনেক তদন্ত মূলক সংবাদ পরিকল্পনা করেছে। এর অন্যতম এক সম্পাদক নাদজ, তিনি পত্রিকাটি পুনরায় চালু করার বিষয়টি ব্যাখ্যা করেন:「Bekhsoos」意为「关于…」,做为每一期主题变换的基础,除了新闻与评论外,杂志亦刊登诗作、文学与个人故事,都锁定于阿拉伯世界的酷儿与跨性别认同,也计划推出更多调查报导。
8এটা নতুন এক বেকহোসস, প্রায় একটি বছর চুপচাপ থাকার পর আমরা আবার পত্রিকা বের করা শুরু করেছি (এর আগে শেষ যে সংখ্যাটি বের হয়েছিল তা ২০০৮ সালের ডিসেম্বর মাসে), এখন উভয়ের মধ্যে পার্থক্য কোথায়?
9একটা বিষয়ে পার্থক্য রয়েছে, এখন এই পত্রিকাটি প্রতি সপ্তাহে বের হবে।[
10…] বেকহোসস. কম কাগজের পত্রিকার বদলে তা অনলাইনে ছাপা শুরু হয়েছে।其中一位编辑Nadz在再发刊辞中表示:
11আমরা জানি যে আমরা ছাপার অক্ষরে এই পত্রিকা বের করতে পারব না, কারণ এর মালিকানা স্বত্ব কেনার জন্য আমাদের প্রচুর পরিমাণ টাকা প্রয়োজন এবং ছাপার ক্ষেত্রে বলা যায়, এটা মীমের গোপনীয় অবস্থানের সাথে যায় না।
12এখন সময়ের বাস্তবতায় (প্রায় দুই বছর আগে) বেকহোসস-এর অনলাইনে আগমন ছিল কাগজের পত্রিকার প্রতি স্থাপন এবং আজকে এবং যেভাবে তথ্য সবার সাথে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে তার বিবর্তন ঘটেছে, এটা আমার কাছে পরিষ্কার যে বেকহোসস অনলাইনে ভালো মানায়, এ কারণেই লেবাননের তরুণ সমকামী সম্প্রদায় তথ্য, যোগাযোগ এবং সমর্থনের জন্য এখানে প্রবেশ করছে।
13কাজেই আমাদের উপর দায়িত্ব বর্তায় তথ্য সঠিক সময়ে সঠিক ভাবে এবং ধারাবাহিক ভাবে প্রদান করতে থাকা। নাদজ বলেই চলেছেন:这是新版的「Bekhsoos」,我们先前休息近一年(前次发刊于2008年12月),此次有何不同?
14এই যুগে, কেউ বলে ওহ, লেবাননে পুরুষ সমকামী দল রয়েছে, যা বেশ আকর্ষণীয় বিষয়” এই ভাবনার যুগ পার হয়ে গেছে। এটা এখন আর কোন আকর্ষণীয় বিষয় নয়।例如,我们已决定每 周发 刊,[…]这个网站取代实体纸本杂志,我们知道要发行纸本杂志恐怕很难,因为需要很多资金才能取得发行执照与印刷,也不符合Meem这个团体的地下活 动特性。
15এখন সময় এসেছে আমাদের নিজেদের সমাজের সাথে নিজেদের যুক্ত কর, বিশ্লেষণাত্বক চিন্তা করা, রাজনৈতিকভাবে অগ্রসর হওয়া চাপ সম্বন্ধে সত্যিকারে উপলব্ধি লাভ করা, সৃষ্টি করা, অনুসন্ধান করা, সক্রিয় হওয়া, লেখা, লেখা, লেখা!
16সমকামী সম্প্রদায়ের সবসময় অনলাইনে এক শক্তিশালী উপস্থিতি ছিল-যখন লোকজন একে আইসিটি [ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসেবে বিবেচনা করত] “সামাজিক পরিবর্তন” ও “সামাজিক যোগাযোগের” জন্য।
17এর কারণ ছিল আমাদের কাছে বিকল্প কোন পদ্ধতি ছিল না। এ কারণেই আমরা এমআইআরসি-এ ওয়েবসাইট ও চ্যাটরুম তৈরি করেছি।两年前,Bekhsoos网站只是取代实体杂志,今日资讯分享模式不断变迁,我们认为Bekhsoos很明显归属于网络,是故黎巴嫩年轻同性恋、 双性恋、跨性别者都在网络上寻求资讯、联系与支持,所以我们决定要迅速、正确与持续提供资讯。
18এরপর আমরা ব্লগারে পরিণত হয়েছি।Nadz另提到:
19এরপর আমরা মাই স্পেস এ এসেছি এবং ফেসবুক গ্রুপ ও কজ তৈরি করেছি।
20এরপর আমরা ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছি। এখন আমরা টুইটার করছি এবং ধারণা করুন, এখন বিশ্ব আমাদের পাশে রয়েছে এবং যখন প্রচার মাধ্যম অনলাইনে আসতে শুরু করে, তারা সেখানে প্রবেশ করে যেখানে আমরা শক্তিশালী, পরিমাণে অসংখ্য এবং অসম সাহসী।从前人们会想:「哇,黎巴嫩同志团体,真是特别」,那个时代已经过去,我们现在要参与社会、具备分析思考能力、在政治上进 步、瞭 解迫害的真相、去创造、去研究、更加积极、去书写、书写、再书写!
21তারা সেখানেই আসছে যেখানে তরুণ প্রজন্ম রয়েছে এবং বলা যায় এই অংশটি সবচেয়ে সেরা নয়, কারণ, এরা পুরোনো প্রজন্মকে ত্যাগ করেছে, কারণ তারা সেই মানুষদের ত্যাগ করেছে, যারা ইন্টারনেট অথবা কম্পিউটার ব্যবহার করার মতো অর্থ বান নয়, এটা আমার মাকে পরিত্যাগ করেছে।
22কিন্তু তারা সেখানে পৌঁছানোর মত অবস্থায় রয়েছে।
23অনেক এখন এর মূল্য প্রদান করতে সক্ষম, এটি এখন অনেক বেশি আরবীয় এবং অনেক বেশি বিস্তৃত। বর্তমানে মধ্য প্রাচ্যের নেটে প্রতিমাসে প্রায় ৫০০,০০০ টি ইন্টারনেট যুক্ত হচ্ছে, যার মানে বছরে প্রায় ৬ মিলিয়ান লোক ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে।同性恋、双性恋与跨性别族群早已活跃网络许多,早在人们谈论「资通讯科技带动社会改变」 或「社会网络」之前,那是因为我们别无选择,只能建立网站与mIRC聊天室;之后我们成为博客,之后在MySpce上出柜,并在Facebook上建立群组与活动;后来又成立YouTube频道, 如今使用Twitter。
24যদি অনলাইনের সব জায়গায় সমকামী সম্প্রদায় থাকে তাহলে ইন্টারনেট ব্যবহারকারীরা কোথাও না কোথাও আমাদের সাইটের সাথে পরিচিত হবে।
25আমরা যা বলবো তারা তা শুনতে বাধ্য হবে।结果呢?
26সম্প্রতি বেকহোসস-এ এক প্রবন্ধ প্রকাশিত হয়েছে যার শিরোনাম, “লেবাননের মহিলা সমকামীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাঁচটি কারণ”:
27লেবাননের মহিলা সমকামী ও উভয়কামী মহিলার দেশটির স্বাস্থ্য সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে। স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে যে বাঁধা রয়েছে তার ফলে এখানকার মহিলা সমকামীরা বাজে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের শিকার হতে পারে।世界开始走向我们这一边,媒体向网络发展时,我们已在网络上集结庞大力量,不再害怕,媒体走向年轻世代,当然网络不是最 棒的地方,因为遗落了上一代,也遗落无力拥有网络和电脑的人,也遗落了我母亲;不过他们也正朝这个方向前进,网络如今普及率愈来愈高、阿拉伯文内容愈来愈 多、价格愈来愈平宜,中东地区每个月增加50万网络用户,相当于一年600万人,若酷儿社群在网络上随处可见,网络用户必然会在某处遇见我们,必然得听听我们的想法。
28[…] সমকামীদের প্রতি সংস্কার ও ঘৃণা লেবাননে এক ধরনের রোগের মতো।Bekhsoos最近有篇文章名为「黎巴嫩女同志医疗不足的五项原因」:
29নিজের ডাক্তারের কাছে যাওয়া, এমনকি যদিও তা প্রয়োজনীয় কিন্তু তা চ্যালেঞ্জের বিষয় […]।
30মহিলা সমকামীদের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণের অভাব রয়েছে। চিকিৎসা মহাবিদ্যালয় ও গৃহে সমকামীতে বিষয়ে সাধারণ প্রশিক্ষণের অভাব বিপজ্জনক মাত্রায় সমকামী স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে ধারণা দিতে ব্যর্থ হয়।黎巴嫩医疗体系拒斥女同志与双性恋,她们所面对的医疗高墙可能导致生理与心理健康恶化,[…]歧视或恐惧同性恋现象在黎巴 嫩 很普遍,向「医师」出柜虽然很重要,但也可能是一大挑战,[…]医护人员对女同志健康方面训练不足,医学院或医院里欠缺对同性恋的正式教育课程,导致 医护人员对同性恋相关健康情况的认识严重匮乏,很多民众也误解同性恋。[
31লেবাননে সমকামীতা সম্বন্ধে ভ্রান্ত ধারণা এবং গোঁড়ামি রয়ে গেছে।…]有些医师仍相信同性恋是心理偏差所致,尽管世界卫生组织早在15年前,便 将同性恋从心理疾病名单中移除。
32[…] এখানকার অনেক চিকিৎসক বিশ্বাস করে মেয়েদের সমকামিতা এক ধরনের মানসিক রোগ।校对:Soup
33যদি এখন থেকে ১৫ বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মানসিক রোগের তালিকা থেকে মহিলা সমকামিতার নাম কেটে দিয়েছে।