Sentence alignment for gv-ben-20080707-1040.xml (html) - gv-zhs-20080707-1181.xml (html)

#benzhs
1গ্লোবাল লাইভস প্রোজেক্ট: ১০ জন লোকের জীবনের চিত্র একদিনের জন্য ধারণ করা全球现场计划:10人24小时生活
2গ্লোবাল লাইভস প্রোজেক্ট একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা চেষ্টা করেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দশজন লোকের জীবন ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করে তা ভিডিওতে ধারন করতে।
3এই ২৪০ ঘন্টার ভিডিও চিত্র একসাথে একটি স্থাপনায় দেখানো হবে যেখানে একজন দশটি ভিন্ন কামরার ভিতর দিয়ে হেটে যেতে পারবে যেখানে একেকটিতে একেক জনের জীবনচিত্র দেখানো হবে আর একটি কেন্দ্রস্থলে ১০টি স্ক্রীনে সব একসাথে দেখা যাবে।
4এই ওয়েবসাইটে তাদের প্রকল্প উপস্থাপনা আছে যেখানে তারা বলছে যে তাদের লক্ষ্য কি, কি করে তারা তা অর্জন করতে চায় আর এই সম্পর্কে আরো তথ্য রয়েছে। তারা চেষ্টা করছে আমাদের গ্রহের বৈচিত্রতা তুলে ধরতে, যে কোন লোককে দেখানো যে অন্যদের জীবন কেমন, সবটুকু্ই দেখানো হয় কোন পান্ডুলিপি বা সম্পাদনা ছাড়া।「全球现场计划」(Global Lives Project)希望能透过录像拍摄,呈现全球十个人24小时的生活面貌,总长240小时的画面将同时在一项装置艺术中播放,观众走过十个不同房间内,便各自播出他们的生活,而在中央室之内,则有十个屏幕同时播放。
5এই ভিডিও শুধু প্রদর্শনীর সময় পাওয়া যাবে না, সবকিছূ অনলাইনে থাকবে, মানুষের অভিজ্ঞতার একধরণের অনলাইন ভিডিও বিশ্বকোষ হিসেবে।在以下的计划报告中,策展人解释他们的目标、实践方案及其他更多讯息:
6তারা এশিয়া, পূর্ব ইউরোপ আর আফ্রিকার ভিডিও নির্মাতা খুঁজছে, এবং খুঁজছে প্রদর্শক যারা ২০ মিটার আয়তনের এই প্রদর্শনী দেখাবে, খুঁজছে অনুবাদক আর বিনিয়োগকারী।我们希望展现地球上的多元面貌,以不加修饰、没有草稿的方式,真实呈现他人的生活,这些画面不只会在装置艺术内播出,也会放在互联网上,做为人类经验的集体网上录像百科全书。
7তাদের ওয়েবসাইটে আরো তথ্য পাওয়া যাবে। এই পযন্ত সান ফ্রান্সিস্কোতে তারা একজন আমেরিকান কেবলকার চালককে নিয়ে আর একজন ব্রাজিলিয়ান সংগীতশিল্পী/ নগর পারমিট ইন্সপেক্টর এর উপর ভিডিও চিত্র তুলেছে, আর মালাউ এবং জাপানে একটি করে ভিডিওচিত্র।策展单位也正找寻找位于亚洲、东欧与非洲的录像制作人、翻译者、资金,以及能够架设长20公尺作品的展场,他们的网站上有更多信息,目前他们已拍摄美国旧金山一位缆车司机、巴西一位音乐家/市政府巡查员,以及位于马拉维及日本的片段。