Sentence alignment for gv-ben-20091220-7992.xml (html) - gv-zhs-20091220-4359.xml (html)

#benzhs
1সিঙাপুর: “ধর্ষণকে না বলুন” প্রচারণা新加坡:「向强暴说不」运动
2সিঙাপুরে স্ত্রীকে ধর্ষণ করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় না।在新加坡,强暴妻子不算是强暴。
3কিন্তু তাকে ধর্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।但其实就是强暴。
4ফেসবুকের একটি বিশেষ দল যারা “ধর্ষণকে না বলুন” নামে ফেসবুকের পাতায় প্রচারণা চালাচ্ছে এটাই তাদের মূল বাণী।这是「向强暴说不」运动在Facebook群组上的主旨,发起人希望废止新加坡的婚姻强暴无罪法。
5এই দলটির উদ্দেশ্য, স্ত্রীকে ধর্ষণকারী সিঙাপুরে যে আইনের আশ্রয় পায় সেই আইনকে অবলুপ্ত করা। “ধর্ষণকে না বলুন” প্রচারণা খুব সাধারণ একটা চিন্তাকে তুলে ধরছে: যে কোন ব্যক্তির দ্বারা যৌন নিপীড়ন ও যে কোন ব্যক্তির উপর ঘটা এই ধরনের নিপীড়ন, এক অপরাধ মূলক কাজ।「向强暴说不」运动的精神很简单:任何人对任何人采取性暴力皆为犯罪,故无论加害人与被害人是否为夫妻,只要未经许可强制发生性关系,就等于是强暴。
6ঘটনাক্রমে, উত্তেজনাহীন যৌন প্রভাবের ক্ষেত্রে, নিপীড়নকারী ব্যক্তির সাথে নিপীড়নের শিকার ব্যক্তির বৈবাহিক সম্পর্ক থাকা সত্বেও বিষয়টিকে ধর্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।这个团体发起连署,要递交给星国总理,已募集超过3000份签名:
7এই দল ইতোমধ্যে তাদের দরখাস্তে (পিটিশন) প্রায় ৩০০০ স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে যা দেশটির প্রধানমন্ত্রীকে প্রদান করা হবে।我们要感谢各位支持「向强暴说不」活动,一同要求废止星国婚姻强暴无罪现象,连署活动已正式结束,连署人数突破3600。
8যারা “ধর্ষণকে না বলুন” প্রচারণার মাধ্যমে সিঙাপুরে বিবাহিত যৌন নিপীড়ককে আশ্রয় প্রদানকারী আইন বাতিলের দরখাস্তে সমর্থন প্রদান করেছে, তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই।我们在未来几天会整理资料,再以电子邮件及书面方式,递交给新加坡总理李显龙。
9২০ মিনিট পূর্বে আমরা এই দরখাস্তে স্বাক্ষর গ্রহণ করা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছি এবং সে পর্যন্ত আমরা মোট ৩৬০০ টি স্বাক্ষর সংগ্রহ করেছি।Barnyard Chorus注意到,「新加坡强暴文化现象真的令人惊讶,尤其当它无耻地探出丑陋恶心的头时,实在令人反感」。
10পরবর্তী কয়েকদিন, আমরা প্রধানমন্ত্রী জনাব.Syinc支持这项活动:
11লি সিয়েন লুং-কে প্রদান করার আগে সবগুলো তথ্য এক সাথে রাখব।我们只要从一个角度切入,便能明白这件事有多糟。
12তাকে আমরা ইমেইল-এর মাধ্যমে এবং মূল সব কাগজ প্রদান করে (হার্ড কপি) সকল তথ্য জানাব।当陌生人强暴陌生人,他们不太可能此生还会再见。
13বার্নইয়ার্ড কোরাস পর্যবেক্ষণ করেছেন যে “সিঙাপুরে ধর্ষণের সংস্কৃতি সমাজের একটি উপাদান যা কিনা বিস্ময়কর ভাবে ধরা পড়ে এবং আমাদের বিব্রত করে যখন তা চূড়ান্ত ভাবে তার নির্লজ্জ কুৎসিত, ঘৃণ্য চেহারা প্রদর্শন করে”। সিনিক “ধর্ষণ কে না বলুন” প্রচারণাকে সমর্থন করেন।而丈夫强暴妻子时,两人之后每天还得相见,且情况很可能会继续重演,或许甚至每天发生。
14চলুন আমরা একটা তথ্যের দিকে তাকাই যা কি না বিপজ্জনকভাবে বিব্রতকর। যখন একজন অচেনা মানুষ আরেকজন অচেনা ব্যক্তিকে ধর্ষণ করে, এরপর তাদের মুখোমুখি হবার ঘটনা খুব কমই ঘটতে পারে।当一个人原本承诺对方无论什么情况,都要疼爱与保护她时,却犯下如此可怕的罪行,这会对人心造成难以抹灭的伤痛。
15যখন একজন স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করে, এরপর তারা সারাদিন পরস্পরের মুখোমুখি হয়। বাস্তবতা হচ্ছে এরপর এই নিপীড়ন চলতেই থাকে।The Temasek Review说明为何此事与所有人相关:
16সম্ভবত প্রতিদিনই নিপীড়ন চলতে থাকে। যে ব্যক্তি আজীবনের জন্য ভালবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে, সেই যদি এ রকম ভয়াবহ কাণ্ড ঘটায় - তা হলে বিষয়টি একজন ব্যক্তির মানসিকতার গভীরে গিয়ে আঘাত হানে।这项活动成员包括男女老幼,不分种族与信仰,甚至无信仰也行,无论背景为何,此事都与我们相关,每个人都有远离暴力的权力,且这项权力应获法律保障。
17দি টেমাসেক রিভিউ ব্যাখ্যা করছে, কেন এর কারণটি সবার জীবনের সাথে যুক্ত হয়ে থাকে। এই প্রচারণা সকলকে এক করেছে, নারী ও পুরুষ, তরুণ ও বৃদ্ধ, ভিন্ন বর্ণের, ধর্মের এবং যারা অদৌও কোন ধর্মে বিশ্বাস নয়, তাদের সবাইকে।无论加害人身分为何,强暴是种暴行、是种虐待,只是犯案工具是性器官,而非拳头。
18যে কোন প্রেক্ষাপট থেকে আসা ব্যক্তি হোক না কেন, আমাদের সকলের জীবনে এ ধরনের ঘটনার কথা জানা আছে।这项运动也制作多个广告,呼吁星国民众参与连署。
19যেই কেউ এই নিপীড়নকারী হোক না কেন, যে কারো নিপীড়ন থেকে বাঁচার জন্য আইনের আশ্রয় নেবার অধিকার রয়েছে, কেবল ঘুষি মারাই আঘাত নয়,, জোর করে যৌন মিলনও এক ধরনের আঘাত।但网络上部分人士并不支持这个运动,Tooland在The Online Citizen博客发言认为:
20“ধর্ষণ কে না বলুন” নামক প্রচারণা বেশ কিছু বিজ্ঞাপন তৈরি করেছে, যেখানে সিঙাপুরবাসীদের আহ্বান জানানো হয়েছে যেন এই দরখাস্তকে সামনে নিয়ে যাবার জন্য তারা এটিকে সমর্থন করে। তবে বেশ কিছু নেটিজেন বা নেটবাসি একে সমর্থন করে নি।这项运动反应并不热烈,显示若每对夫妻都支持将婚姻强暴立法,警方每天都会非常忙碌,无暇确保新加坡不受犯罪及恐怖主义攻 击,每 天只能调查无数夫妻晚上房事如何、评估是否对伴侣施力过当。
21টুলাং দি অনলাইন সিটিজেন ব্লগে মন্তব্য করেছে। এ ব্যাপারে সামান্য সাড়া প্রদানেই প্রমাণিত হয় যে, যদি বৈবাহিক ধর্ষণকে আইনে পরিণত করা হয় তা হলে সারা বছরই পুলিশকে এই কাজে ব্যস্ত থাকতে হত এবং তাদের আর সিঙাপুরবাসীদের অপরাধ ও সন্ত্রাস থেকে নিরাপদ রাখা ও নিরাপত্তা দেবার জন্য হাতে পর্যাপ্ত সময় থাকত না।若力道过大就真等于婚姻强暴,警方也许要花几个月的时间调查,与此同时,夫妻也许床头吵床尾 和,根本不打算再继续追究,到时警方的努力只是白费力气;我建议研究人员前往高等家事法庭,先彻底瞭解家庭问题,再考虑发起这项运动。
22তার বদলে তাদের প্রতি রাতে হাজার হাজার দম্পতি বিছানায় যা করে তার তদন্ত করতে হত।Btan认为主办者因为缺乏大众支持,所以收集不到足够签名:
23সেক্ষেত্রে তাদের বিচার করতে হত মিলনের সময় সঙ্গীটি কি সঙ্গীনীর উপর জোর জুলুম করেছে কি না।连署人士还不愿意承认,签名不足不是因为宣传不够,而是多数人都觉得这项连署既疯狂又荒谬。
24বিটান বিশ্বাস করেন, সংগঠকরা যথেষ্ট পরিমাণ স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, কারণ এই বিষয়ে সত্যিকার জনসমর্থনের অভাব ছিল। এই দরখাস্তকে প্রত্যাখ্যান করা হয়েছে।发起人污辱女性,假设她们无法照顾自己,但其实她们背后有一切法律做为后盾。
25কেবল যথেষ্ট পরিমাণ স্বাক্ষর প্রদান না করা বা প্রচারণার অভাব বা একে পরিচালিত করার অভাবের কারণে এটি প্রত্যাখ্যান হয় নি, বেশীরভাগ মানুষ মনে করে এই দরখাস্ত দুর্বল এবং অর্থহীন। এই দরখাস্ত প্রদানকারীরা লোকজনদের অপমান করেছে, বিশেষ করে মেয়েদের।他们应该将精力放在更有意义的目标上,例如在新加坡建立真正的两党制政治,让民众不会像奴隶般受到鞭笞,也不会让大批外国人入境,稀释国家精神。
26তারা এই ধারণা পোষণ করে যে, মেয়েরা নিজেদের যত্ন নিতে পারে না, যখন তাদের পিছনে আইনের পুরো সমর্থন রয়েছে।房子都已经失火,他们还在乎发型不佳?
27এটাই সবচেয়ে ভালো হয়, যদি তারা তাদের শক্তি উপযুক্ত ক্ষেত্রে প্রদান করে।先想想轻重缓急吧。
28যেমন সিঙাপুরের সত্যিকারে দ্বি-দলীয় পদ্ধতি স্থাপন করার চেষ্টা করা, যেখানে আমাদের নাগরিকরা দাসদের মত শৃঙ্খলিত থাকবে না এবং বিদেশীরা যারা গণহারে এদেশে প্রবেশ করছে তারা আমাদের জাতীয় সংহতিকে বিনষ্ট করছে।
29ঘর জ্বলছে এবং তারা একটা দিন চুল নষ্ট হচ্ছে বলে চিন্তিত?这项运动也设有Twitter帐户。
30কোনটি গুরুত্বপূর্ণ তা ঠিক করুন। “ধর্ষণকে না বলুন প্রচারণার” একটি টুইটার একাউন্টও রয়েছে।校对:dreamf