Sentence alignment for gv-ben-20091022-7058.xml (html) - gv-zhs-20091022-4025.xml (html)

#benzhs
1ডোমিনিকান প্রজাতন্ত্র: সৈকতে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার?多米尼加:合法限制海滩开放?
2ডোমিনিকান প্রজাতন্ত্রে সাংবিধানিক সংস্কার চলছে, আর সাম্প্রতিক কালে এর ধারা ৬৯ অনুমোদন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কিত ধারাটি নিচের ব্যাপারটা স্থাপিত করেছে: ”নদীর উজানের অঞ্চল আর আঞ্চলিক, স্থানীয় আর অভিবাসী এলাকাগুলো বিশেষ ভাবে জনসাধারণ দ্বারা সংরক্ষিত হতে হবে জাতির মৌলিক সম্পত্তি হিসেবে এটার ব্যবস্থাপনা আর সংরক্ষণ নিশ্চিত করতে।多米尼加的宪法改革工程尚在进行,最近通过第69条引起争议,条文中指出:「河流上游及特有种、原生种、迁徙性生物多样地区特别受公权力保护,以国家基本财产的等级提供管理与保护,国家公有河川、湖泊、舄湖、海滩与海岸应开放大众使用,并尊重私有财产权,这项法律将规范各项条件、标准与地役权,让人们有机会享受与管理这些区域」。
3জাতীয় নদী, লেক, ল্যাগুন, সৈকত আর উপকূল জনগণের সম্পত্তি আর স্বাধীন ভাবে এখানে যাওয়া যাবে, যখন নিজস্ব সম্পত্তির অধিকার সম্মানিত হবে।
4এই আইন পরিস্থিতি, মান আর ধারা নিয়ন্ত্রণ করবে যেখানে ব্যক্তি এই সব এলাকার ব্যবস্থাপনার বা ভোগের আনন্দ পরিমাপ করতে পারবে।“
5ছবি রশিও ডিয়াজের সৌজন্যে照片由本文作者所摄
6ধারার দ্বিতীয় অংশ, যেখানে সৈকতের সবার যাতায়াতের কথা বলা আছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সম্মানিত হবার শর্তে, তা জনগণের অসন্তোষের সম্মুখীন হয়েছে। তারা মনে করছেন যে এই ধারা যেখানে ব্যক্তিগত বিনিয়োগ আছে, অন্য কথায়, হোটেল, ক্লাব বা অন্য স্থাপনা সেসব সৈকতে তাদের যাওয়ার অধিকার খর্ব করছে।条文第二部分提及开放海滩时,也要尊重私人财产权,这也是人民反对的部分,认为此举危害人民前往海滩的权利,因为部分海滩将划为旅馆、俱乐部与其他基础建设等私有财产,包括报纸、博客与电视节目都做如此解读,将海滩免费使用权变为抗争主题,而在Twitter和Facebook皆有许多人反对这项条文让海滩民营化。
7সংবাদপত্র, ব্লগ আর টেলিভিশনের অনুষ্ঠান এটাকে এইভাবে ব্যাখ্যা করছে ফলে সৈকতে যাওয়ার অধিকারের ব্যাপারটি জনগণের বিক্ষোভের বিষয়ে পরিণত হয়েছে। এই বিক্ষোভ টুইটার আর ফেসবুকেও ছড়িয়েছে।Manuel Moisés Montás在Toy Jarto博客说明人民恐惧的原因:
8ফেসবুকে একটি গ্রুপ তৈরি করা হয়েছে যাতে আহ্বান করা হয় সৈকতকে ব্যক্তিগত মালিকানাধীন না করার জন্য, অনেকের ভয় এই সংবিধান সংশোধন তা করবে। টয় জারতো ব্লগের ম্যানুয়েল মোয়েসেস মোন্টাস এই ভীতির কারণ ব্যাখ্যা করেছেন:一旦允许民间挪用与滥用多米尼加海滩,有钱人肯定会开始取得最佳地点的最美海滩,转供观光客使用、限制人们前往第二级或第三级的海滩,届时大批人潮涌入民营化海滩,情况要不了多久也会恶化。
9একবার ডোমিনিকানের সৈকতের ভাগ আর ব্যবহার ঠিক হয়ে গেলে এটাই স্বাভাবিক যে কিছু মানুষ (যাদের অর্থ আছে) সব থেকে সুন্দর সৈকতের নিয়ন্ত্রণ নেবেন যেখানে সব থেকে ভালো আর সঠিক এলাকা থাকবে পর্যটকদের ব্যবহারের জন্য, আর সাধারণ জনগণ দ্বিতীয় বা তৃতীয় শ্রেনীর সৈকতে পৌঁছে যাবে, সময়ের সাথে সাথে, যেটা নষ্ট হতে বেশী সময় লাগবে না কারণ অনেক মানুষ কম অর্থ নিয়ে সেখানে যাবেন যারা ব্যক্তিগত সৈকতে যেতে পারছেন না।
10ধারা ৬৯ এর এমন খারাপ প্রতিক্রিয়া সত্ত্বেও, অনেকে মনে করেছেন যে যেসব সৈকতের সাথে হোটেল আছে সেখানে যাওয়া বরাবরই নিয়ন্ত্রিত, কিন্তু এখন পার্থক্য হল এটা এখন সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত। কেউ কেউ আবার এই ধারণার পক্ষে যে সৈকত নিয়ন্ত্রণ করা উচিত।除了人们对第69条反应负面,许多人也想起许多旅馆总是限制邻近海滩使用,差别在于如今宪法明载容许此事,有些人甚至主张应该限制民众进入海滩,Enedina Pereyra在Bracuta博客呼吁抗争群众设身处地,为企业主想想,毕竟这些企业负责清理海滩,再转变为理想度假胜地,他也对比公营与民营海滩,指出多米尼加民众在海滩的行为普遍不佳。
11ব্রাকুতা ব্লগের এনেদিনা পেরেরা যেসব ডোমিনিকান বিক্ষোভ করছেন তাদেরকে আহ্বান করেছেন ব্যবসায়ীদের দৃষ্টিতে এটা দেখতে যারা একটা সৈকতকে পরিষ্কার করে উন্নত করেছেন যথাযথ অবসর যাপনের স্থান হিসেবে। একই সাথে পেরেরা চিত্রের মাধ্যমে একটা তুলনা করেছেন ব্যক্তিগত আর জনগণের জন্য খোলা সৈকতের মধ্যে, যেখানে তিনি জোর দিয়েছেন এইসব সৈকতে যেসব ডোমিনিকান যান তাদের সাধারণ খারাপ ব্যবহারের উপরে।由于许多人抗议第69条,「全国旅馆暨餐厅协会」 在9月8日于报纸上发表公报,澄清新条文是进步的象征,在使用自然财产与民间财产权之间取得平衡,但自10月8日起仍出现众多抗议事件,其中又以10月9 日国会前抗争规模最大,年轻人穿着海滩装,手持标语写着「这不是我的宪法」,同一句话也出现在圣多明哥、圣地牙哥等许多城市的墙壁上。
12ধারা ৬৯ নিয়ে এত বিক্ষোভ হয়েছে যে হোটেল আর রেস্টুরেন্টের জাতীয় এসোসিয়েশন (আসোনাহোরস) গত ৮ই সেপ্টেম্বর জাতীয় দৈনিকে একটা বিষয় পরিষ্কার করেছে বার্তা দিয়ে, যেখানে তারা বলেছেন যে এই নতুন ধারা অগ্রগতির নির্দেশক কারণ এটা সমন্বয় সৃষ্টি করেছে প্রাকৃতিক বস্তু ব্যবহারের আর ব্যক্তিগত সম্পত্তির অধিকারের মধ্যে।
13এইসব কথা সত্ত্বেও ৮ই অক্টোবর থেকে বিক্ষোভ হচ্ছে, আর সব থেকে বড়টা হয়েছে ৯ই অক্টোবর এ জাতীয় কংগ্রেসের সামনে তরুণদের অংশগ্রহণে যেখানে তারা সৈকতের কাপড় পরে আর সাইন নিয়ে ঘুরেছেন ‘এটা আমার সংবিধান না' লেখা সহকারে।
14একই শ্লোগান আরো অনেক শহরের দেয়ালে দেখা গিয়েছে যেমন সান্তো দোমিঙ্গো, সান্তিয়াগো আর অন্যান্য যায়গায়। যে বিক্ষোভ শুরু হয়েছে তা জনগণের একটা বিশাল অংশ সমর্থন করছেন, ভিন্ন সামাজিক অবস্থানের বৃদ্ধ আর তরুণ, যার মধ্যে আছেন ব্লগ আহি এ কুই প্রেন্দের লেখক, যিনি এই বিক্ষোভকে হঠকারী কাজ মনে করছেন।抗争获得许多民众支持,不分老幼及社会阶级,Ahí e' Que Prende博客认为抗争是种冲动行为,因为这项条文只是说出旅馆区海滩早就发生的情况,这些旅馆早就只限顾客使用邻近海滩,不过该博客也同意,有些人滥用宪法改革进程。
15তিনি দেখিয়েছেন যে একটি লেখার খারাপ ব্যাখ্যার কারনে এমন হচ্ছে।本文英文版由Eduardo Ávila译自西班牙文
16কারণ হোটেলের সাথে থাকা সৈকতে “তাদের অতিথিদের জন্য সংরক্ষিত যাতায়াত” এই কথা বরাবরই লেখা ছিল।校对:Soup
17এটা সত্ত্বেও আহি এ কুই প্রেন্দে ব্লগের লেখকেরা মনে করেন যে সাম্প্রতিক সংবিধানের সংস্কারে খারাপ কাজ হয়েছে।