# | ben | zhs |
---|
1 | মরোক্কো: মেহেদির অভিজ্ঞতা | 摩洛哥:体验指甲花染色 |
2 | হাজার হাজার বছর ধরে শিল্পের মাধ্যম হিসাবে মেহেদি ব্যবহারের চল আছে। | 指甲花作为一种艺术已经存在了数千年。 |
3 | মরোক্কো থেকে বাংলাদেশ পর্যন্ত দেখা যায় যে মেহেদি ব্যবহার করা হয় চুল রঙ করতে আর শরীরে নকশা আকঁতে। | 从摩洛哥到孟加拉,指甲花被用作染发和身体彩绘。 |
4 | মরোক্কোতে মেহেদি ব্যবহার করা হয় হাত আর পায়ে সূক্ষ্ম নকশা করার জন্য, আর হাম্মামে (গোসলখানায়) চুলের রঙ করার জন্য। | 在摩洛哥,指甲花主要被用于在手和脚上绘制复杂的图案或在蒸气浴时染发。 |
5 | সম্প্রতি প্রাচীন মেহেদির শিল্প নিয়ে একটা বই বের হয়েছে। ‘মুর: আ হেনা এটলাস অফ মরোক্কো' শিরোনামে এই বই চিত্রসহ মেহেদি শিল্পের মরোক্কোর সংস্করণ ব্যাখ্যা করেছে। | 最近有一本新书紀录古老的指甲花艺术,书名叫《摩尔人:摩洛哥指甲花艺术图谱》(Moor: A Henna Atlas of Morocco)。 |
6 | বইটির কিয়দংশ এখানে দেখুন: | 其中的图谱和照片呈现了这种技艺的摩洛哥风格。 |
7 | এই বই এর লেখকদের একটা ব্লগ ও আছে যার নাম মুর হেনা। | 让我们先睹为快: |
8 | পিস কোর স্বেচ্ছাসেবী এমিলি সম্প্রতি মেহেদির দেবার অভিজ্ঞতা পেয়েছেন। | 书的作者有一个博客,名叫摩尔人的指甲花。 |
9 | তার (মরোক্কোতে এমিলি আর জন ) ব্লগে, তিনি যেখানে কাজ করেন সেখানে মেহেদি দেয়ার ছবি পোস্ট করেছেন: | 美国和平队志愿者艾米莉(艾米莉和乔恩在摩洛哥)最近亲身体验了指甲花染色。 她在博客上刊登了染色过程的照片,拍摄于工作室: |
10 | মরোক্কোতে মেহেদি দেয়া হচ্ছে | 在摩洛哥体验指甲花染色 |
11 | এমিলি মেহেদি দেয়ার পরে তার নিজের হাতে একটি ছবি দিয়েছেন: | 艾米莉还刊登了一张染色后的照片,她的手: |
12 | মেহেদি দেয়ার বেশ কয়েক ঘন্টা পরে | 染色几小时后 |
13 | এই অভিজ্ঞতা সম্পর্কে এমিলি বলেছেন: | 关于这次经历,艾米莉写道: |
14 | বাড়ি আসার পরে শুকনো মেহেদির উপরে আমি অল্প জলপাই তেল দিয়ে ওটা উঠিয়ে ফেলি। | 回家之后,我在干了的染料上涂了一些橄榄油,之后把染料剥掉。 |
15 | মেয়েরা আমাকে সব্জির তেল ব্যবহার করতে বলেছিল (সম্ভব ওটা সস্তা বলে), কিন্তু আমি ভালোটা দিয়েছি। | 染色的女孩子告诉我用蔬菜油就可以了(或许是因为比较便宜),但我决定用点好的。 |
16 | আমার মনে হয় তেল মেহেদিকে ‘বসতে' সাহায্য করে, তা ছাড়া চামড়াতেও আরাম লাগে কারন শুকনা হেনার টান ভালো লাগে না। | 我想涂油是为了让染色更牢固,不过涂上去也更舒服,因为干了的染料让人感觉不太好。 染料刚剥掉后是明亮的黄色,但过几个小时之后颜色就变深了。 |
17 | মেহেদি তোলার পরে প্রথমে উজ্জ্বল হলুদ রঙ হয়, তার পরের কয়েক ঘন্টায় এর রঙ গাঢ় হয়। | 到今天,它变成了漂亮的棕色。 |
18 | আজকের মধ্যে সুন্দর বাদামি রঙ হয়েছে। | 校对:Soup |