Sentence alignment for gv-ben-20100415-10359.xml (html) - gv-zhs-20100410-4930.xml (html)

#benzhs
1পাকিস্তানে নারী অধিকার একটি উন্নয়নশীল দেশ হিসেবে সকল উন্নত দেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে।巴基斯坦:女权发展起步阶段
2এই দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না। এ বছরের মার্চ মাসে পাকিস্তানেও “বিশ্ব নারী দিবস” উদযাপন করা হয় এই উদ্দেশ্য, যেন তা তাদের জীবনে এক পরিবর্তন আনে, যাতে তা প্রত্যেক নারীর জীবনে এক আলোর রেখা হয়ে দেখা দেয়।巴基斯坦是个开发中国家,距已开发国家还有很长一段距离,女性在国内人口逾半数,但可惜却未受到良好对待,今年3月8日,巴基斯坦亦庆祝「妇女节」,希望改善自己的生活,让其他女性怀抱一丝希望。
3পারিবারিক নির্যাতন প্রত্যেক পাকিস্তানী নারীর জন্য একটা কঠোর বাস্তবতা।家暴是许多巴国女性所面对的残酷现实,为女性努力的社运人士表示,许多妇女尚未脱离暴力关系,是因为她们认为必须服从丈夫,且觉得离婚是种耻辱。
4যে সমস্ত কর্মীরা নারীদের এই সমস্ত কারণ নিয়ে কাজ করেন, তারা বলেন, পাকিস্তানে নারীরা এক সংঘাতময় সম্পর্কের সাথে জড়িয়ে থাকে, কারণ তারা বিশ্বাস করে যে স্বামী যা বলবে তাই তাদের পালন করতে হবে এবং বিবাহ বিচ্ছেদ এখানে একটি লজ্জাজনক বিষয়।
5পাকিস্তানের উমরকোটে হোয়াইট রিবন প্রচারণার সময় মোমবাতি জ্বালানো হচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী সিডাব্লিউজিএল-এর।巴基斯坦Umerkot地区白丝带运动的烛光守夜活动,照片来自Flickr用户CWGL,依据创用CC授权使用
6সিসি বাই লাইসেন্সের আওতায় প্রকাশিত। বেসরকারি প্রতিষ্ঠান হোয়াইট রিবন ক্যাম্পইন (ডাব্লিউআরসি) পাকিস্তানের এক সংবাদ সূত্রানুসারে পাকিস্তানের নারীরা ক্রমে বাড়তে থাকা অন্যায়ের শিকার হচ্ছে।非政府组织「白丝带运动」发表的报告指出,巴国女性所受的虐待日益严重,每年国内通报的暴力案例愈来愈多,报告内写道:「职场性骚扰、虐待、殴打、强暴都是女性所受的暴力」。
7প্রতি বছর পাকিস্তানে নারীদের উপর অত্যাচার বাড়ার সংবাদ প্রকাশিত হচ্ছে। এই সংবাদ অনুসারে: কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শোষণ, প্রহার এবং ধর্ষণ হচ্ছে এখানকার নারীদের উপর অত্যাচারের কয়েকটি রূপ।巴基斯坦三分之一女性未曾受过教育,也对于自我选择所知相当有限,警察常忽视女性,除有明显伤痕,也常拒绝受理报告,法官有时似乎也较同情丈夫。
8পাকিস্তানের এক তৃতীয়াংশ নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং ‘নিজেদের পছন্দ করা' নামক বিষয়ে তাদের ধারণা খুবই সামান্য।
9পাকিস্তানের পুলিশ প্রায়শই: মেয়েদের অভিযোগ প্রত্যাখান করে এবং তা লিখতে অস্বীকার করে যদি না মেয়েদের দেহে আঘাতের চিহ্ন দেখা দেয় এবং মাঝে মাঝে দেখা যায় এখানকার বিচারকরা স্বামীদের প্রতি সহানুভূতিশীল।
10কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন জেন্ডার স্টাডিস বিভাগের অস্থায়ী পরিচালক ড: ফারজানা বারি বলেন, দিনটিকে জাতিসংঘের প্রদত্ত বিষয়বস্ত “সমান অধিকার, সমান সুযোগ সকলের উন্নতি”-র স্মরণ করা হচ্ছে, মনে হচ্ছে একটা মিথ্যা যুক্তি, যখন অধিকার এবং সুযোগ খুব সহজেই; নারী, এবং শিশু; সকলের জীবন থেকে হারিয়ে যায়।
11সম্প্রতি টিভি চ্যানেলে পুলিশের নির্মমতার যে প্রদর্শন তুলে ধরা হয়েছে তার ক্ষেত্রে কি আমরা সমান অধিকারের আহ্বান জানাচ্ছি? কারখানার মালিকের যে নির্মমতা, তার ক্ষেত্রে কি সমান অধিকার দাবি করছি, গুজরানওয়ালার যে মালিক এক শ্রমিককে অপহরণ করে তাকে শিকলে বেঁধে রাখে এবং তার উপর অত্যাচার করে?Quaid-e-Azam大学性别研究卓越中心代理主任Farzana Bari博士表示,纪念妇女日时,还要记得联合国的主题:「平等权利、平等机会,人人进步」,但是「当男女妇孺皆无机会与权利」,一切似乎如同谬误。
12শিয়ালকোটের বাস মালিকরা যে ভাবে মানুষকে অপমান করে তাদের ক্ষেত্রে কি আমরা তা সমান ভাবে ভাগ করবো?警方虐囚画面最近才在电视上播出,我们还能要求平等吗?
13শাজিয়ার ভাগ্যে যা ঘটেছিল তার ক্ষেত্রে কি সমান অধিকার ছিল, যে তরুণী গৃহপরিচারিকাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? দি ডন ব্লগ এ গ্লোবাল ভয়েসেস এর লেখিকা সানা সালিম বর্ণনা করেছেন যে:我们是否也平等揭露Gujranwala地区里,工厂雇主绑架、虐 待与铐 住劳工的情况呢?
14উন্নত এক সমাজ গড়তে চাইলে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, এই নিশ্চয়তার প্রদান করার মধ্যে দিয়ে যে অধিকার কোন লিঙ্গীয় পক্ষপাতিত্ব অথবা বৈষম্যে ছাড়াই প্রদান করা হবে।
15লিঙ্গ ভিত্তিক অত্যাচার অন্যায় কে প্রতিফলিত ও পুনরায় সংগঠিত করে এবং এই ঘটনার শিকার ব্যক্তিটি তার স্বাস্থ্য, মর্যাদা ও স্বাধীনতার সাথে আপস করে।
16পাকিস্তানের সংসদে পারিবারিক নির্যাতন বন্ধের লক্ষ্যে আনা এক প্রস্তাবিত আইন নিয়ে বিতর্ক চলছে।我们是否想瞭解Sialkot地区公车女服务员所受的污辱呢?
17নারী অধিকার কর্মী এবং কিছু ইসলামি আইনবিদেরা এর পেছনে ধাওয়া করছে। এখন দেখা যাক কে জেতে।而年轻帮佣Shazia遭虐待致死,我们又是否希望平等对待她的命运?
18পাকিস্তানী ব্লগার বাঘী দেশটির বিচার ব্যবস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, যেহেতু দেশটিতে নারীদের রক্ষার জন্য কোন শক্তিশালী আইন নেই।
19দিনের শেষে, বিচারের মাধ্যমে শাস্তি থেকে অব্যাহতি দেওয়ার সূত্রপাত হয়, কাজটিকে অপরাধের মধ্যে গণ্য না করে।全球之声作者Sana Saleem在Dawn Blog认为:
20যদি ঘরোয়া নির্যাতনকে অপরাধযোগ্য শাস্তি হিসেবে বিবেচনা না করা হয়, তা হলে কি ভাবে কেউ আশা করতে পারে যে এই পদ্ধতিতে বিষয়টির প্রতিকার হবে?社会若要进步,必须保障人权,并确保权利维护没有性别偏见或歧视,性别暴力加深受害者健康、尊严与自由所受的不公与委屈。
21যখন এসিড নিক্ষেপ নামক বিষয়টি আইনী ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হয় না, তখন কি ভাবে এমনকি কেউ আশা করতে পারে যে এ ধরনের ঘটনায় কাউকে শাস্তি প্রদান করা হবে?
22এমনকি যখন এ সমস্ত মানবতার বিরুদ্ধে ঘটানো অপরাধসমূহকে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়, তখন আমাদের পচে যাওয়া সমাজ ব্যবস্থা স্রেফ অস্বীকার করে যে সমাজে এ ধরনের কোন ঘটনা ঘটেছে।
23পাকিস্তানী নারীরা নিজেদের হাতকে ঐক্যবদ্ধ করে, একে অন্যকে উৎসাহ প্রদান করার মধ্যে দিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে পারে।禁止家暴草案目前正在巴国国会审查,女权人士与部分伊斯兰主义议员都很关注,谁胜谁负尚未揭晓,巴国博客Baaghi质疑司法体系的效能,因为缺乏强而有力的法律可保护女性:
24নারীদের শিক্ষিত করা, যা সারা বিশ্বের নারীদের ক্ষেত্রে কি ঘটছে সে সম্বন্ধে তাদের সচেতন করবে, তা তাদের পরিস্থিতির উন্নতি ঘটানোর ক্ষেত্রে এক প্রয়োজনীয় পদক্ষেপ।
25এটা একটি বিস্ময়কর ঘটনা যে নারীদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু কাজ করার জন্য, কারণ তারা নারী।到最后,司法的起点在于将某些行为视为罪行,若家暴未列为犯罪,人们如何期望制度能发挥矫正功能?
26নিজেরা ব্যতিত কেউ তাদের পৃথিবী পাল্টে দিতে পারবে না, তবে অনেক লোক তাদের সামান্য কাজের মাধ্যমে সমাজে সত্যিকারের এক পার্থক্য গড়ে দিতে পারে।
27যে জাতি তাদের নারীদের উপর খারাপ আচরণ করে, তাদের অবশ্যই জানা উচিত যে তাদের উপর নজর রাখা হচ্ছে।但泼酸行为未列为刑事犯罪,人们如何期待罪犯受到惩处?
28সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান যা কেবল পুরুষদের দ্বারা পরিচালিত, তারা কখনোই পরিবর্তন ঘটাতে ইচ্ছুক নয়, যতক্ষণ না পৃথিবী আওয়াজ তুলবে।
29আমাদের বাস্তবতায় আমরা যে সমস্ত কাজ করতে পারি: • আমরা নিজেদের শিক্ষিত করে তুলতে পারি।纵然部分违反人性罪行入罪,我国已腐朽的制度仍不愿接受现实。
30• যে সমস্ত প্রতিষ্ঠান নারী অধিকার বিষয়ে প্রচারণা চালায় আমরা তাদের সমর্থন করতে পারি। • আমরা নিজেদের হাতকে একতাবদ্ধ করতে পারি এবং আমাদের সরকারকে জানাতে পারি যে, সারা বিশ্বে যা ঘটছে সে বিষয়ে আমরা সচেতন এবং আমরা তা গ্রহণ করবো না।若要达成上述目标,巴国女性应携手合作、相互鼓舞,提供教育后,能确保女性瞭解各国女性的处境,这也是改善现状的重要步骤;在现今社会中,女性只因 身为女性,便得被迫做某些事情,实在令人意外,没有人能独力改变世界,但每个人若尽棉薄之力,就可真正为社会带来变化。
31• আমরা বিদেশী দূতাবাসগুলোকে লিখতে পারি, যাতে তারা সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। • আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি।各国得明白,若继续放任女性遭受不 良待遇,就会遭到众人关注;有些政府由男性掌权,除非世界发出质疑之声,他们才会有所动作。
32• এই বিষয়ে আমরা পড়ালেখা করতে পারি। • এই বিষয়ে আমরা লিখতে পারি।我们自己能做的事项包括:
33• এই বিষয়ে আমরা ব্লগ তৈরি করতে পারি।
34• এই বিষয়ে আমরা কথা বলতে পারি।