Sentence alignment for gv-ben-20101214-14075.xml (html) - gv-zhs-20101208-6939.xml (html)

#benzhs
1ইরান: ছাত্র দিবসে বিক্ষোভের পরিকল্পনা চলছে伊朗:学生日抗议计划
2ডিসেম্বরের ৭ [ ১৬তম আজার] তারিখে ইরানের ‘ছাত্র দিবস' এর প্রাক্কালে ইরানের ছাত্রদের প্রতি অত্যাচারের প্রতিবাদ বিশ্বব্যাপী আয়োজন করা হচ্ছে। গত বছর হাজার হাজার প্রতিবাদকারী ইসলামী শাসকদের উপেক্ষা করে ছাত্র দিবসের দিনে।12月7日,世界各地举办伊朗“学生日”活动,抗议伊朗政府迫害学生,去年此时,数千名抗议者抨击伊朗政府,大呼反对最高领袖哈米尼(Ali Khamenei)的口号,也抗议政府外交政策,并高喊“我的选票何在?”。
3তারা সরকারের পররাষ্ট্র নীতির প্রতিবাদ জানিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের নেতা আলি খামেনির বিরুদ্ধে স্লোগান দেয়।
4আর তারা ‘আমার ভোট কোথায়?'英国伦敦的抗议行动
5বলেও স্লোগান দিয়েছেন। লন্ডন থেকে সবুজের বার্তাLondon Green Movement大规模散发电子邮件与邀请函给伦敦民众:
6লন্ডন গ্রীন মুভমেন্ট একটা গণ ইমেইলের মাধ্যমে আমন্ত্রন জানিয়েছে লন্ডনবাসীকে:自1953年以来,“学生日”一直是伊朗学生运动反抗暴政、要求民主与自由的象征,虽然独裁者不断压迫,都无法让学生噤声。
7১৬ আজার সব সময়ে ইরানী ছাত্র বিদ্রোহের প্রতীক হিসাবে ধরা হয়েছে যা স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে আর গণতন্ত্র আর স্বাধীনতার দাবি করছে ১৯৫৩ সাল থেকে। তারপরেও প্রত্যেকবার দমনের চেষ্টা করা হয়েছে, যতই অসফল হোক না কেন, স্বৈরশাসক দ্বারা ছাত্রদের কণ্ঠ রোধ করার জন্য!我们 将再次与争取民主及自由的伊朗学生同在,记得那些英魂起身捍卫权利,并发声反抗迫害及暴政,Majid Tavakoli与七十多名学生遭到囚禁,还有许多人遭到退学,只为行使言论及集会自由的权利!
8আবারো, আমরা ইরানী ছাত্রদের সাথে দাঁড়াব তাদের গণতন্ত্র আর স্বাধীনতার জন্য সংগ্রামে, সেই সকল সাহসী ব্যক্তিদের স্মরণ করে যারা তাদের অধিকারের জন্য দাঁড়িয়েছেন আর অত্যাচারী আই আর আই কে দমন আর পক্ষপাতিত্বের বিরুদ্ধে বলেছেন, মাজিদ তাভাকোলিসহ আরো ৭০ জন ছাত্র যারা তখন থেকে বন্দী আছেন আর আরো অনেকে যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে ইরান ব্যাপী তাদের বাক স্বাধীনতা আর জমায়েত হওয়ার অধিকারকে কাজে লাগাবার জন্য!
9এই উপলক্ষ্যে একটা ইউটিউব ভিডিও বের করা হয়েছে ইরানী বিক্ষোভ প্রচারণার উপর বেশ কিছু ছবি দিয়ে।YouTube网站出现一段影片,呈现许多伊朗抗争行动照片。
10খালি চেয়ারের বিক্ষোভ:空椅抗争
11পলিটিক্সঅফরেসিস্টেন্স নেদারল্যান্ড থেকে লিখেছেন:荷兰的Politicsofresistance写道:
12ইরানী ছাত্রদের লাগাতার হয়রানির মুখে, আমরা খালি চেয়ারের একটা প্রতিবাদ করেছি রিটভেল্ড একাডেমি শিল্প আর ডিজাইনের আমস্টারড্যামে। ছাত্ররা বাড়িতে প্রবেশ করে খালি চেয়ারের একটা শ্রেনী কক্ষ দেখবেন।为呼应伊朗学生长期遭到骚扰,我们在阿姆斯特丹Rietveld艺术与设计学院举办空椅抗争,学生走进学校后,会见到空无一人的教室,有些人读完讯息后,就继续做原本的事,也有些人会坐下来,写几句话给一位伊朗学生,这些讯息会送交到学生或家人手中。
13কেউ কেউ এই তথ্য পড়ে তাদের কাজে লেগে যাবেন। অন্যরা হয়তো বসে ইরানের আর একজন ছাত্রের জন্য কিছু লিখবেন।网站也张贴数张照片(如上图),并表示:
14এই বার্তা অল্প কারো কাছে বা তাদের পরিবারের কাছে পাঠানো হবে। এই সাইটও বেশ কিছু ছবি প্রকাশ করেছে (একটা উপরে) আর বলেছে:约百名学生在狱中,逾百名学生遭到退学,还有不知多少学生在伊朗不得进入大学。
15এখন প্রায় ১০০ জন ছাত্র জেলে আছেন।大学还活着
16১০০ জনের উপরের ছাত্রকে বহিষ্কার করা হয়েছে আর ইরানের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ থেকে অগুন্তি সংখ্যক ছাত্রকে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন্ত伊朗博客Abai表示,学生日的活动证明,虽然大学伤痕累累,但仍然还活着,他提到多位遭监禁与迫害的博客,例如Majid Tavakoli。
17ইরানী ব্লগার আবাই বলেছেন ১৬তম আজারের পরিকল্পনা দেখাচ্ছে যে বিশ্ববিদ্যালয় এখনো জীবন্ত তার শরীরের সকল ক্ষত সত্ত্বেও। ব্লগার বেশ কয়েকজন জেলে থাকা আর সাজাপ্রাপ্ত ব্লগারের নাম করেছেন যার মধ্যে মাজিদ তাভাকোলি আছেন।YouTube网站上还有另一段影片,记录在12月6日,德黑兰大学学生齐聚,高呼“独裁者下台”口号。
18ইউটিউবে আর একটা ভিডিও দাবি করছে তেহরান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জমায়েত হয়ে ‘স্বৈরচারী নিপাত যাক' স্লোগান দিতে ডিসেম্বর ৬ তারিখে।校对:Soup