# | ben | zhs |
---|
1 | হাঙ্গেরী: বিদায়, মালেভ! | 匈牙利:与国籍航空道别 |
2 | মালেভ, হাঙ্গেরীর রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা যা ১৯৪৬ সাল থেকে যাত্রী আনা নেওয়ার কাজ করে আসছে, তা ৩ ফেব্রুয়ারি ২০১২-এ দেউলিয়া হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়। | |
3 | এক সংবাদ অনুসারে ( হাঙ্গেরিয়ান ভাষায়), এমনকি বন্ধ করে দেবার এক ঘন্টা আগে বা তার সামান্য কিছু আগে এই বিমান সংস্থার কর্মচারীদের এই বিষয়ে সংবাদ প্রদান করা। | |
4 | কয়েকজন যাত্রী যখন বুদাপেস্টের লিসৎস ফেরেঙ্ক বিমান বন্দরে চেক ইন- বা প্রবেশের চেষ্টা করার সময় এই বিষয়টি জানতে পারে। | |
5 | হাঙ্গেরীর নাগরিকরা এই সংবাদে হতবাক হয়ে পড়ে, কারণ যদিও তারা এমনকি দেশটির জাতীয় বিমান সংস্থার বাজে অর্থনৈতিক পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল ছিল, তারপরেও, বিগত সপ্তাহগুলোতে মালেভ -এর উদ্ধার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। | |
6 | অনেকে এই কোম্পানীর অর্থনৈতিক দুরবস্থার জন্য-এর অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করেন। এমনকি জানুয়ারিতে, ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে সংস্থাটিকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার বিষয়টিও দৃশ্যত অবৈধ বলে ইউরোপিয়ান কমিশন রায় দেয়। | 匈牙利国营航空公司Malév自1946年营运至今,由于宣告破产,于2012年2月3日终止营运,媒体报导指称,连该公司员工也是在消息曝光前一小时才得知此事,有些乘客更是在匈牙利首都机场办理报到时,才获得这间公司已关门。 |
7 | ঘটনাক্রমে এই কোম্পানীর ব্যাবসায়ীক অংশীদাররা, কোম্পানীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলে এবং শুক্রবারে যখন ডাবলিন এবং তেল আভিভ বিমান বন্দর মালেভ-এর বিমানকে উড্ডয়নের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানায়, তখন পরিস্থিতির চুড়ান্ত অবনতি ঘটে। | |
8 | মালেভ-এর এক বিজ্ঞাপন,যার সঙ্গীতকার গাবর প্রেসর আ রেপুলেস সাজাকামি ব্লগ ( বিমান উড্ডয়ন পেশার সাথে সংযুক্তদের ব্লগ) [হাঙ্গেরিয়ান ভাষায়] -এর সূত্রানুসারে, মালেভ নামক বিমান সংস্থার সর্বশেষ যে বিমানটি শুক্রবারে ইউটিসি সময় ৮. | 匈牙利民众对此备感震惊,尽管国营航空财务不佳众所周知,破产前几个星期,各方尚在协调如何纾困,许多人认为是因为财务管理不当,才导致如此结果,欧洲委员会甚至于今年元月间,裁定匈牙利政府于2007年至2010年抢救该公司财务违法,令企业夥伴失去信心,连爱尔兰都柏林与以色列特拉维夫两地机场也拒绝发出起飞许可,终于令航空公司崩溃。 |
9 | ৪৬-এ (স্থানীয় সময় ৯. ৪৬ মিনিটে) হেলসিঙ্কি থেকে বুদাপেস্টে এসে পৌঁছে। | Malév航空公司广告,音乐来自Gábor Presser |
10 | উক্ত বিমানের চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যা বলেছিলেন, তা হাঙ্গেরীর অনেক সাউন্ড এবং ভিডিও শেয়ারিং সাইটে হাঙ্গেরীর কয়েকজন নেট নাগরিক শেয়ার করেছে। | 航空业专业博客A REPÜLÉS Szakmai指出,匈牙利航空最后班次于2月3日早上9点46分降落,自芬兰赫尔辛基飞至匈牙利首都布达佩斯,许多民众都在網絡上转载与分享,机长当时对塔台所说的最后一段话: |
11 | পাইলট: মালেভ-এর সংস্থার সর্বশেষ বিমানের ক্রু হিসাবে আমরা আপনাদের সুন্দর আচরণ এবং দশক ধরে সহযোগতিয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে। | 机长:谨代表匈牙利航空最后班次机组员,感谢你们数十年来良好合作经验。 |
12 | এয়ার ট্রাফিক কন্ট্রোলারঃ আমরাও আপনাদের ধন্যবাদ জানাই এবং আশা করি যে আপনাদের সুন্দর এক বিশ্রাম ঘটবে। আমি আশা করি আমাদের আবার দেখা হবে। | 塔台:我们也谢谢你们,希望各位好好休息,有机会再见。 |
13 | পাইলট: আশা করি আবার দেখা হবে, এক ভিন্ন নামে। এয়ারপোর্টল. | 机长:希望还能为另一间公司服务。 |
14 | হু [হাঙ্গেরিয়ান ভাষায়]-এর সূত্রানুসার, ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার-এ, সন্ধ্যাবেলায় মালেভ-এর বিমানসমূহ তাদের বিশ্রাম নেবার জায়গা আয়ারল্যান্ড-এর আইএলএফসি নামক বিমানবন্দরে চলে যায়।( | |
15 | ম্যালকম নেলসনের ছবিতে এখানে আয়ারল্যান্ডের শানন বিমান বন্দরে মালেভ-এর বিমানগুলোকে দেখুন)। | AIRportal.hu网站指出,2月3日晚上,14架匈牙利航空公司班机陆续退租,送回出租单位ILFC在爱尔兰的机场。( |
16 | কাসাবা ডিমিটার হচ্ছেন একজন বৈমানিক, যারা ওই সমস্ত বিমানগুলোকে সেখানে নিয়ে গেছে তাদের মধ্যে অন্যতম, তিনি ফেসবুকে তার কাহিনী তুলে ধরছেন [হাঙ্গেরিয়ান ভাষায়]: | |
17 | […] প্রায় মাঝরাতে আমরা ইআইএনএন [ আয়ারল্যান্ডের শানন বিমানবন্দরের-এর কোড], একের পর এক বিমান নামতে থাকে এবং সুন্দরভাবে এগিয়ে যায়, রোলিং রোড-এর, রাখার জায়গায়-এ, আমরা সেগুলোকে থামাই, সব কিছু উন্মোচন করি এবং বিমানগুলোর বাতি নিভিয়ে দেই, আমাদের বিমানগুলো অন্ধকারে মিশে যায়, এটা ছিল এক অদ্ভুত বাজে অনুভূতি, বিমানগুলোকে সেখানে রেখে আমাদের চলে আসতে হল। | |
18 | আমরা আশা করছিলাম যে আমাদের বলা হবে বিমানসহ ঘরে ফিরে আস, এটা কেবল একটা স্বপ্ন অথবা একটা বাজে রসিকতা। কিন্তু এ রকম কিছুই ঘটলা না। | Malcolm Nason于爱尔兰Shannon机场拍摄的Malév公司客机照片请见此)。 |
19 | বিমানগুলো সেখানেই রয়ে গেল। তাদের সবগুলো। […] | 参与最终退租飞机航程的机长Csaba Demeter在Facebook网站写道: |
20 | জাতীয় পরিবহনের এই বেদনাদায়ক পরিণতির বিষয়ে জনগণ তাদের চিন্তা ব্যক্ত করেছে। ফেকসজামি ব্লগে [হাঙ্গেরিয়ান ভাষায়] সিসাবা-এর স্মৃতি সবচেয়ে সেরা এক নিদর্শন, যা আমাদের জানাচ্ছে যে মধ্য ইউরোপের এই ছোট্ট দেশের নাগরিকদের কাছে মালেভ-এর অর্থ কি ছিল: | […]大约午夜时分,我们抵达Shannon机场,陆续降落后整齐排列,以此向过去致敬,飞机一架架停在跑道、放在停机坪 上,停妥定位后,我们收拾行李,关掉大灯,飞机即陷入黑暗之中,感觉很糟,我们必须将飞机留在这里,原本还期望突然接到电话,要我们将飞机开回去,但那只 是场梦,或只是个冷笑话,这种奇迹并未发生,飞机还是得全数留在这里。 […] |
21 | আমি অনেকবার তাদের সাথে অনেকবার উড্ডয়ন করেছি। একই সাথে আমার অনেক ভালো এবং খারাপ অভিজ্ঞতা রয়েছে। | 许多人也在網絡上表达感想,其中Csaba在Fékszárny博客所言,最能吐露这家航空公司对匈牙利这个中欧小国人民的意义: |
22 | আমি তা বলতে চাই না, কারণ এর মাঝে বিশেষ কিছু নেই। কেন আমরা মালেভ-এর হয়ে আকাশে উড্ডয়ন পছন্দ করতাম, কারণ সব সময় অন্য বিমান সংস্থার বিপরীতে মালেভে কাজ করার সময় মনে হত এটা আমাদের নিজস্ব। | 我常搭这家公司的飞机,拥有许多好坏经验,但没什么特别之处,在此略过不提,我之所以喜欢匈牙利航空,除了总能享先优先待遇,而且这是我们的航 空公司,远行千里之后,他们是旅客踏上归途的第一个象征,无论是搭配国旗的蓝白双色机身涂装、舱门旁亲切的招呼、匈牙利文报纸皆然。 |
23 | যখন স্বদেশ থেকে লম্বা সময়ের জন্য দুরে থাকতাম, তখন তারাই হতে ঘরে ফেরার প্রথম চিহ্ন। সাদা পেইন্টিং-এ হাঙ্গেরীর যে জাতীয় তিন রঙ, তার উল্লেখ, প্রবেশ মুখে সম্ভাষণ এবং হাঙ্গেরীর সংবাদপত্র। | 我常出外两、三个星 期,也不是待在城市或舒适旅馆中,而是到沙漠等地,故回家总令人高兴,匈牙利航空机员总是最先迎接我返家。 |
24 | আমি সাধারণত ২-৩ সপ্তাহ দেশের বাইরে থাকি এবং শহরে বা আরামদায়ক কোন হোটেলে নয় তার বদলে মরুভুমি এবং অন্য অসাধারণ জায়গায়। যার ফলে ঘরে ফেরার বিষয়টি সবসময় ছিল দারুণ আনন্দের এবং তার প্রথম বার্তা বয়ে আনত মালেভ নামক বিমান সংস্থার ক্রু-রা। | 历经漫长又充满压力的旅程,每当降落在苜都机 场,我连双眼都充满泪水,因此在網絡上看到破产报导和相关照片,我的心情很差,希望望有朝一日还能再看到他们翱翔空中。 |
25 | লম্বা এক প্রচণ্ড অবসাদপূর্ণ যাত্রার পর যখন বিমান ফেরেঙ্ক বিমানবন্দরে অবতরণ করত, এমনকি তখন আমার চোখও অশ্রুপূর্ণ হয়ে উঠত। | Véleményvezér博客认为,匈牙利航空被卷入国内经济局势的“超完美风暴”: |
26 | ইন্টারনেটে ছবি এবং এই বিষয়ে সংবাদ পাঠ করে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আশা করি যে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, লাল সাদা এবং সবুজ রঙের বিমানগুলোকে যদি আবার দেখতে পাই, ভালো লাগবে। | […]匈牙利航空被卷入超完美风暴中,历经近十年经济停滞与管理不当,本应能幸存,而两者因素效果也不断加乘,随着它宣告破产,匈牙利领导中欧的企图再次破灭。 |
27 | সিসাবা। ভেলেমেনইভেজর ব্লগ-এর [হাঙ্গেরিয়ান ভাষায়] মতে, জাতীয় বিমানসংস্থা, হাঙ্গেরীর অর্থনৈতিক বিচিত্রতার ফলে যে ঘূর্নীঝড়ের সৃষ্টি হয়েছে তার শিকার: | 不过在匈牙利成立新航空公司之前,Origo新闻网站报导,“虚拟匈牙利航空”的机师仍会使用旧有塔台呼号“继续飞行”。 |
28 | […] […]এই বাস্তবতায় বলা যায় মালেভ এক উপযুক্ত ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে। এটি প্রায় এক দশক অর্থনৈতিক দুরাবস্থায় এবং অব্যবস্থাপনায় টিকে থাকার কথা, কিন্তু এই দুটি বিষয় একে অন্যকে প্রভাবিত করেছে। | 飞机图片来自Flickr用户hugovk,依据CC BY-NC-SA 2.0授权使用 |
29 | এটা আর টিকে থাকতে পারল না এবং তা অঞ্চলিক পর্যায়ে বুদাপেস্ট এবং হাঙ্গেরীর নেতৃস্থানীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের স্বপ্ন এবং কল্পনায় কফিনে আরেকটি পেরেক ঠোকার মত আঘাত। | |
30 | অরিগো নামক সংবাদ সাইট সংবাদ প্রদান করেছে [হাঙ্গেরিয়ান ভাষায়] যে যতক্ষণ না হাঙ্গেরীর জন্য নতুন এক উড্ডয়ন সংস্থা পাওয়া যাচ্ছে, ততক্ষণ “মালেভ হাঙ্গেরিয়ান এয়ারলাইনস ভার্চুয়াল”-এর পাইলটরা মালেভের কল সাইন (রেডিওর মাধ্যমে যোগাযোগ করার বিশেষ ব্যবস্থা) নিয়ে “উড়তে” থাকবে। | |