# | ben | zhs |
---|
1 | আমেরিকা: নতুন স্কুল বছর শুরু হওয়ার সাথে সাথে নির্বাসনের ভয় | 美国:学年伊始,我要被遣返? |
2 | যুক্তরাষ্ট্রের সিনেটে একটা প্রস্তাবিত বিল যা প্রায় ৬৫০০০ নথিভুক্ত নয় এমন ছাত্রছাত্রীর সে দেশে থাকার আইনগত অধিকার ঠিক করবে, তা এখনো পাশের অপেক্ষায় যদিও একটি নতুন স্কুল বছর এই মাসে শুরু হচ্ছে। | 新学年于本月份开始,但要解决美国65000名非法学生身份的法案却仍困在国会中。 |
3 | দ্যা ড্রিম অ্যাক্ট হচ্ছে দুই বছর পুরানো একটি প্রস্তাবিত বিল যা যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর সিনেটে আবারও গত মার্চ ২০০৯ এ উপস্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রে বাচ্চা হিসেবে এসেছে এমন ‘মেধাবী' ছাত্রদের জন্য এই বিল সুযোগ করে দেবে তাদেরকে শর্তসাপেক্ষে আইনগত ভাবে থাকার ব্যবস্থা করে দিতে। | 美国于两年前提出「梦想法案」,后于2009年3月再度送交国会参众两院,让许多孩童时期便来到美国的「好学生」,能够取得有条件的合法居留身份。 |
4 | রাজনীতিবিদরা যখন এ নিয়ে চিন্তা করছেন, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হতে দেখছেন যেখানে নির্বাসনের ভয় থাকছে। কয়েকজন সাহায্য নিচ্ছেন তাদের নির্বাসনের প্রক্রিয়া দেরি করাতে যতক্ষণ না তাদের ভবিষ্যৎ নতুন আইন দ্বারা নিশ্চিত হয়। | 此刻政治人物还在磋商,但各国各地学生却面临遣返威胁,教育梦想恐将中断,有些人则在寻求支持,希望延后遣返日期,等到新法决定命运去留。 |
5 | “আমি ড্রিম অ্যাক্টের যোগ্য” | 「我符合梦想法案资格」 |
6 | জর্জ আলোন্সো আলোন্সো পেরুতে জন্মগ্রহণ করেন আর আট বছর আগে ১৪ বছর বয়সে তার বাবা মার সাথে আমেরিকাতে আসেন। | Jorge-Alonso Chehade最近从华盛顿大学商学院毕业,相较于无数社会新鲜人忙着求职,他则在争取留在美国的权利。 |
7 | স্নাতক হওয়ার কয়েক মাস আগে, আলোন্সো নিজেকে কঠিন এক পরিস্থিতিতে পেয়েছেন। ড্রিম অ্যাক্টিভিস্ট. | 他生于秘鲁,八年前14岁时与父母来到美国,毕业后才几个月,他发现自己处境很尴尬。 |
8 | অর্গ নেটওয়ার্কের সমর্থকদের কাছে পাঠানো একটা ইমেইলের মাধ্যমে আলোন্সো ব্যাখ্যা করেছেন: | Alonso在Dreamactivist.org寄给支持者的信件中说明: |
9 | “২০০৯ সালের ১৪ই মার্চ আমি আর এক বন্ধু পশ্চিম ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাই, আর রাতে দেরি করে গাড়ি চালিয়ে বাড়ি না ফিরে আমরা বন্ধুর ওখানে থাকার সিদ্ধান্ত নেই। | 2009年3月14日,我和一位朋友至西华盛顿大学找朋友,当晚决定不要开夜车回去,留在朋友家过夜,隔天早上因为不熟悉当地路况,我们在高速公路上走错方向,一路开到加拿大边界,到了移民海关面前,我才知道自己原来是非法居留。 |
10 | সকালে এলাকার সাথে পরিচিত না হওয়ায় আমরা হাইওয়েতে একটা ভুল জায়গায় ঘুরে যাই আর কানাডার সীমান্তের কাছে পৌঁছে যাই। ইমিগ্রেশন আর কাস্টমস কর্তৃপক্ষ আমাকে থামায় আর তখন এটা আবিষ্কৃত হয় যে আমি নথিভুক্ত না।“ | Alonso预计将于9月25日遭遣返回秘鲁,班机则订于9月17日,他在其他年轻移民权份子协助下,开始呼吁美国人民表达支持,包括网络连署、Facebook群组,或是致电给国土安全部。 |
11 | ২৫শে সেপ্টেম্বর এর মধ্যে আলোন্সোকে পেরুতে ফেরত পাঠানোর কথা। | 他在以下影片中说明自身情况,以及为何人们应支持他。 |
12 | তার ফ্লাইট ১৭ই সেপ্টেম্বর। | YouTube网站上还有其他相关影片,例如这个片段强调他的学业成绩: |
13 | অন্যান্য অভিবাসী- অধিকার কর্মীর সাহায্য নিয়ে, তিনি প্রচারণা শুরু করেছেন আমেরিকাবাসীর সমর্থনের জন্য। | 另一个暂停的梦想 |
14 | তাদের একটা অনলাইন পিটিশন (আর্জি) আছে, একটা ফেসবুক দল বানানো হয়েছে, আর একটা প্রচারণা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে আলোন্সোর ব্যাপারে ফোনে অনুরোধ জানানোর জন্যে। | 全球之声上个月曾报导,19岁大学生Herta Llusho出生于阿尔巴尼亚,也在8月19日面临遭遣返的命运,所幸在类似团体声援下,遣返日期获得延后。 |
15 | এই ভিডিওতে, আলোন্সো তার পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছেন কেন তিনি মনে করেন মানুষের উচিত তাকে সমর্থন করা। | 目前她的遣返日延至11月9日,并运用这段时间号召更多美国人表达支持。 |
16 | একই চ্যানেলে আরো ভিডিও আছে, নিচের এই ভিডিওসহ যেখানে তার সাফল্য গুলো তুলে ধরা হয়েছে: আর একটা স্বপ্ন থেমে আছে | 教育类博客Melanie Smollin在Take Part支持这位女孩: |
17 | গত মাসে গ্লোবাল ভয়েসেস এ ব্যাখ্যা করা হয়েছিল যে আলবেনিয়ায় জন্ম নেয়া ১৯ বছর বয়সী কলেজ পড়ুয়া হের্টা লুশো গত ১৯শে আগস্ট নির্বাসনের সম্মুখীন হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার নির্বাসনের তারিখ পিছিয়ে দেয়া হয় ড্রিম অ্যাক্টিভিস্টদের আন্দোলনের ফলে। | 她和家人仍需要各位协助,她目前受到监管,必须于11月9日和母亲一同出现在国土安全部当地办公室,代表她的麻烦还没结束,随时可能受到拘留。 |
18 | তাকে ৯ই নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে, আর এই সময় তিনি ব্যয় করছেন আরো বেশী আমেরিকাবাসীর সমর্থন পাওয়ার জন্য। টেক পার্টে, শিক্ষা বিষয়ক ব্লগার মেলানি স্মোলেন হের্টার সমর্থনে লিখেছেন: | 遣返这位受高等教育、聪慧与热忱的年轻女性弊多于利,她已立志成为努力的公民,也努力为社区服务。 |
19 | “হের্টা আর তার পরিবারের এখনো আপনাদের সাহায্য প্রয়োজন। | 梦想法案行动日:9月23日 |
20 | তাকে তত্ত্বাবধানের একটা আদেশ দেয়া হয়, আর স্থানীয় ডিএইচএস আফিসে তার মা সহ ৯ই নভেম্বর যেতে বলা হয়, যার মানে সে এখনো বিপদ মুক্ত না। তাকে যে কোন সময়ে আটক করা হতে পারে। | 「团结梦想网络」这个组织深知将有数千非法居留学生遭到遣返,呼吁支持者于9月23日团结一心,举办「梦想法案开学行动日」。 |
21 | এই শিক্ষিত, সম্ভাবনাময়ী আর উচ্চাকাঙ্খী তরুণী যে একজন ভালো নাগরিক হতে বদ্ধপরিকর আর তার সমাজের জন্য কাজ করবে তাকে নির্বাসিত করা একেবারে খারাপ একটা কাজ হবে, আর লাভের চেয়ে ক্ষতি হবে বেশী।“ ড্রিম অ্যাক্টের কর্মসূচী: ২৩শে সেপ্টেম্বর | 这个团结希望在全国大专校园举办集会,藉此推动「梦想法案」过关。 |
22 | এটা জানার পরে যে হাজার হাজার ছাত্রকে নথিভুক্ত না থাকার কারনে নির্বাসিত করা হতে পারে- ইউনাইটেড উই ড্রিম নেটওয়ার্ক তাদের সমর্থকদের আহ্বান করছে ২৩শে সেপ্টেম্বর একত্র হতে আর স্কুলে ফেরার ড্রিম অ্যাক্ট প্রচারণার ঘোষণায় সামিল হতে। | |
23 | এই দল আশা করছে দেশব্যাপী কলেজ ক্যাম্পাসে র্যালী করে ড্রিম অ্যাক্ট সংবিধানের বিষয়কে তুলে ধরার। তাদের আগে ২৩শে জুনে ড্রিম অ্যাক্ট স্নাতক দিবসের প্রচারণা সাফল্যমণ্ডিত হয়েছিল, যেখানে ৫০০ জন ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন। | 先前6月23日的「梦想法案毕业日」相当成功,共有500人前进美国首都华府,主办单位有信心,开学行动日也会在全国各地成功: |
24 | তারা বলছেন যে তারা নিশ্চিত যে আর একটা দেশব্যাপী অনুষ্ঠান সফল হবে: | 这次我们回到校园,让国会明白我们也是他们应代表的族群。 |
25 | “এইবার, আমরা স্কুলে ফিরে যাচ্ছি কংগ্রেসকে জানাতে যে তারা যে সমাজের প্রতিনিধিত্ব করে আমরা তার অংশ।“ | 校对:Soup |