Sentence alignment for gv-ben-20130102-34614.xml (html) - gv-zhs-20130119-12073.xml (html)

#benzhs
1মিশর: জনগণ বিনামূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার চায়埃及:要求官方采用开源码软件
2মধ্যপ্রাচ্যের উত্থানে প্রযুক্তির মুক্তিদাতার ভূমিকা সম্পর্কে অনেক বলা হলেও অঞ্চলটিতে প্রযুক্তির মুক্তিদানে উত্থান পারস্পরিক যে ভূমিকাটি এখনো পালন করতে পারে সে সম্পর্কে বলার আরো কিছু বাকি রয়েছে।
3এই বুধবারে (২৬শে ডিসেম্বর) মিশরের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা তার সাম্প্রতিক একটি সভার সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে।
4এতে সরকার ৪কোটি ৩৮লক্ষ ডলার (প্রায় বাংলাদেশী ৩৫০ কোটি টাকা) মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স এবং সফ্টওয়্যার পণ্য লাভের জন্যে খরচ করতে সম্মত হয়েছে। সংবাদটি পড়ে অনেক মিশরীয় নাগরিক তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।许多人都曾提到,在中东抗暴风潮中,科技发挥社会解放功能,但却鲜少有人说明,这股风潮也同样解放当地科技发展。
5@আরআরকোয়ালিশন: সরকার মাইক্রোসফ্ট থেকে সফ্টওয়্যার নেওয়ার জন্যে ৪কোটি ৪০লক্ষ ডলার খরচ করছে, আর অন্যদিকে তারা দাবি করছে রাষ্ট্র প্রায় দেউলিয়া।埃及总理的官方Facebook帐号上,于12月26日rrcoalition:官方花4400万美元向微软购买软,却又宣称政府即将破产。
6আয়া_আয়মান: হ্যাঁ, কারণ সরকার (তো) মিশরের সব দরিদ্র এবং গৃহহীনদের খাইয়েছে আর আশ্রয় দিয়েছে, আর মাত্র কয়েক লক্ষ অবশিষ্ট রয়েছে! তারপরেও জনগণ বিপুল পরিমাণ টাকা ব্যয়ের কারণে ক্ষুদ্ধ তা নয়।Aya_Ayman:当然,因为政府已经喂饱与庇护全数所有贫民与游民,却还剩下好几百万元无处可花。
7বরং তারা প্রধানতঃ অপেক্ষাকৃত কম খরচে শ্রেয়তর বিকল্প দেখতে পেয়ে খাপ্পা এবং যা কিনা স্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন সম্প্রদায়ের বিকাশে সাহায্য করতে পারতো।民众的怒气并非源于金额庞大,而是因为明明还有其他选项,不仅能压低成本,更有助于国内软件开发社群。
8সামোরা আলী (@সামোরাআলি) এই ব্যানারটি টুইটারে ভাগাভাগি করেছেন।“4300万美元花在开源码的功效更大”,@SaMoRaAli在Twitter网站上分享这则标语
9@গুয়ে৩বারা: এই (পরিমাণ) অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারের মুক্ত উৎস (ওপেন সোর্স) সফ্টওয়্যার ব্যবহারের জন্যে বিকল্প সমাধান খুঁজে বের করতে সরকার স্থানীয় সফ্টওয়্যার উন্নয়নকারীদের কাছে মাত্র দশ লক্ষ ডলার করলেই হতো।
10ওমর একে মুক্ত উৎস সফ্টওয়্যারের অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন: @আই৩এমমুর: পিটি (পূর্বের টুইট) - মুক্ত উৎস (সফ্টওয়্যার) বিনামূল্যের পাশাপাশি পরিবর্তন করা যায় এবং নবায়নের দাবি করে না।Gue3bara:与其花这笔钱,政府大可以只用100万美元,聘请本地软件设计师,使用开源码软件,为政府制作其他解决方案。
11#মুক্তমিশর. উন্নয়নের জন্যে জ্ঞানে প্রবেশাধিকার কেন্দ্রের (এটুকেফরডি) প্রতিষ্ঠাতা পরিচালক এবং মুক্ত আফ্রিকা উদ্ভাবন গবেষণা প্রকল্পের (মুক্ত এ.Omar Ak则简略介绍何谓开源码软件:
12আই. আর) পরিচালনা পর্ষদের সদস্য নাগলা_রিজক টুইটারে যোগ করেছেন:开源不仅自由,更可随时调整,不需更新软件。
13@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে এই চুক্তিটি মিশরীয় বাজারে এর উপস্থিতি বৃদ্ধি করা ছাড়াও বাজারে স্থানীয় ছোট ছোট বিশেষ করে মুক্ত উৎস সফ্টওয়্যারের উপর নির্ভরশীল কোম্পানীগুলোর সম্ভাবনা হ্রাস করবে।Nagla Rizk为“开发知识进用中心”创办主任,亦为“非洲开放创新研究计划”监事,他在Twitter写道:
14@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে ৪কোটি ৩০লক্ষ ডলারের চুক্তিটি #মিশরের জন্যে বিশেষ করে বিপ্লবোত্তর স্বচ্ছতা, সহযোগিতার ও স্বাধীনতার প্রতিশ্রুতির পর বাস্তব বিপত্তি। #মুক্তমিশরnaglarzk:与微软签署合约,不仅提高该公司在埃及的市占率,亦压低国内小公司在市场上竞争的机会,尤其是仰赖开源码软件的企业。
15হোসাম এল-হামালাউয়ি (@৩অ্যা্রাবাউয়ি) কেন এই চুক্তিটি অনুমোদন করা উচিৎ নয় তার আরো বিস্তারিত কারণ [আরবী ভাষায়] প্রকাশ করেছেন। এবং আরো অন্যান্য অনেক সংস্থা ও ব্যক্তিবর্গ এই পিটিশনটিতে [আরবী ভাষায়] স্বাক্ষর করতে শুরু করেছে।naglarzk:与微软的4300万美元合约对埃及确实有害,况且在革命之后,埃及原本保证要朝向开放、协作与自由迈进。
16ঘটনাবলী এখানেই থেমে নেই। বরং মিশরের ওপেন সোর্স কমিউনিটির সদস্যরা ৩০শে ডিসেম্বর তারিখে মন্ত্রীপরিষদের সামনে একটি মৌন বিক্ষোভের আহবান জানিয়েছে।Hossam El-Hamalawy详细说明反对这项政策的理由,许多组织及个人也开始签署这份连署书。
17মিশরের বিভিন্ন স্থানে আরো অন্যান্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে হচ্ছে। আর এখন জনগণকে মুক্ত উৎস সফ্টওয়্যার এবং এর সুবিধা সম্পর্কে জানিয়ে দিতে #মুক্তমিশর হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে।反对声浪并未就此结束,埃及开源码社群号召群众,于12月30日至内阁府前举行宁静游行,埃及各地也陆续出现示威活动,人们也开始在Twitter网站上使用#OpenEgypt标签,向大众说明开源码软件及其优点。