Sentence alignment for gv-ben-20101231-14291.xml (html) - gv-zhs-20110112-7169.xml (html)

#benzhs
1মেক্সিকো : আদিবাসী জনগণ পবিত্র স্থানে খনি প্রকল্প বাতিলের আবেদন জানিয়েছে墨西哥:原住民拒绝圣地成矿场
2হুইকোলেস: মেক্সিকোর আদিবাসী একটি গোষ্ঠী ছবি ফ্লিকার ব্যবহারকারী এডকারসি ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন-শেয়ার এলাইক লাইসেন্স এর অধীনে ব্যবহৃত মেক্সিকোর হুইকোলেস আদিবাসী (উইক্সারিকা নামেও পরিচিত) জনগোষ্ঠী কানাডার একটি খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।墨西哥原住民惠乔族(Huichol),照片来自Flickr用户edcarsi,依据创用CC BY-SA授权使用
3এই প্রকল্প আদিবাসীদের একটি পবিত্র স্থানের প্রতি হুমকি বলে তাঁরা দাবি করছে। কানাডীয় খনির ছাড় প্রদানের বিষয়ে তাঁরা তাদের এই উদ্বিগ্নতার কথা কানকুনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন -সিও পি ১৬ - এ তুলে ধরেছেন।墨西哥原住民惠乔族(Huichol)高声反对来自加拿大的开矿计划,指称将毁坏圣地,族人前往于坎昆(Cancun)召开的“联合国气候变迁会议”,以表达对本案的态度。
4আদিবাসী পরিবেশ নেটওয়ার্ক ব্লগ রেড রোড কানকুন এ ব্লগার বিজেএম লিখেছেন:BJM在原住民环保网络博客Red Road Cancun写道:
5উইরিকুটা সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় কানাডীয় ফার্স্ট ম্যাজেস্টিক সিলভার নামক বহুজাতিক খনি প্রকল্প বাতিলের দাবীতে মেক্সিকান ইন্ডিয়ানদের একটি প্রতিনিধি দল কানকুন এসেছিল।墨西哥原住民代表前往坎昆,强烈反对加拿大First Majestic Silver公司的跨国采矿计划,准备在惠乔族自然保护区动工。
6প্রায় মরুভূমির এলাকা রিয়াল দো কাটোরসে থেকে আসা হুইকোলেস ইন্ডিয়ানদের জন্য এ স্থানটি পবিত্র। এ স্থানটি সান লুই পটোসির উচ্চভূমিতে বসবাসরত উইক্সারিকা গ্রামের হুইকোলেস জনগোষ্ঠীর একটি অন্যতম প্রার্থনা কেন্দ্র।现场位于Real de Catorce半沙漠区,是惠乔族人心目中的圣地,也是San Luis Potosi高地原住民的祈祷之地。
7একই বিষয়ে, ডিজিটাল সংবাদপত্র দি এসপেরান্জা প্রজেক্ট এ লেখক ট্রেসি এল.Tracy L.
8বার্নেট উইক্সারিকাদের এ ভূমির গুরুত্বের বিষয়ে একটি প্রবন্ধ লিখেন। তিনি তাঁর প্রবন্ধে উক্সারিকাদের বার্ষিক তীর্থযাত্রা সম্পর্কে বলেন:Barnett在網絡报纸The Esperanza Project撰文,强调当地对惠乔族人的重要性,也是他们每年朝圣之处:
9উইরিকুটায় কানাডীয় রৌপ্য খনি পরিচালনাকারীগণ উইরিকুটা জনগোষ্ঠীর সবচাইতে পবিত্র স্থানকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এ কথা জানাতেই আমরা প্রাথমিকভাবে সেখানে ছিলাম। এ সে স্থান যেখানে তাদেঁর প্রথামতে সূর্যের জন্ম হয়েছিল।我们到会议现场,主要是告知各界,一间加拿大银矿公司将在惠乔族圣地Wiributa动工,在该族传统里,那是太阳诞生之地、部 族宇宙观的中心、千百年来每年朝圣终点,以各种仪式召唤祖灵与平衡世界各方能量。
10স্থানটি এক অর্থে তাঁদের দুনিয়ার কেন্দ্র, বার্ষিক তীর্থযাত্রার গন্তব্য, যে তীর্থযাত্রা শত বছর ধরে সম্ভবত: হাজার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে যে তীর্থযাত্রায় ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিতৃপুরুষের আত্মাকে আহ্বান করা হয় এবং সমগ্র গ্রহের শক্তির ভারসাম্য রক্ষা করা হয়।
11৬,৩২৬ হেক্টর জমির মধ্যে কানাডার ফার্স্ট ম্যাজেস্টিক সিলভার কর্পোরেশন ২২ টি মাইনিং ছাড়ের অনুমোদন পেয়েছে যা কেন্দ্রীয়ভাবে প্রতিবেশ সংরক্ষণ দ্বারা সুরক্ষিত এবং ইউনেস্কো-স্বীকৃত প্রত্নতাত্ত্বিক সম্পদ রিয়াল দো কাটোরসের মধ্যে অবস্থিত।
12উইরিকুটা স্থানটিকে মেক্সিকোর আদিবাসী জনগোষ্ঠী উইক্সারিকাদের পবিত্র স্থান দাবী করে অনলাইন সাময়িকী ইন্টারকন্টিনেন্টাল ক্রাই একটি প্রতিবেদন প্রকাশ করে। তাঁরা যে সব পদক্ষেপ গ্রহণে আগ্রহী:加拿大First Majestic Silver公司共获得22张特许执照,总面积达6326公顷,其中多数位于联邦生态保护区内,也包括联合国教科文组织所承认的Real de Catorce建筑宝藏。
13উইক্সারিকা জনগোষ্ঠীর কাছে উইরিকুটার পবিত্রতা একটি ব্যাপক উদ্বেগের বিষয়; যদিও তাঁরা প্রায় ৩৫০০ জনকে ছাড়কৃত এলাকায়, ১৬ টি লোকালয় কেন্দ্রে এবং “একাধিক লোকালয়ে” বসবাস করছে মর্মে চিন্হিত করেছে।
14যদি রৌপ্য খনিটি কাজ শুরু করে তবে প্রত্যেকেই জল সঙ্কটে পড়বে এবং কোম্পানির ব্যবহৃত সায়ানাইডে প্রত্যেকেই অল্প থেকে শুরু করে মারাত্মক স্বাস্থ্য সমস্যায় পড়বে।Intercontinental Cry网站发表一篇文章,表明惠乔族的要求,以及他们所愿意采取的行动:
15অনাবৃত সায়ানাইড, ঘোলাদৃষ্টি, তীব্র শ্বাস সংকট, মাথাব্যথা, সাধারণ দুর্বলতাসহ পক্ষাঘাত, হৃদযন্ত্রের বিকলতা এবং মৃত্যু ঘটাতে পারে। এ সব কারণে উইক্সারিকাগণ বলেন “এই বিধ্বংসী খনি প্রকল্প বন্ধের জন্য প্রয়োজনীয় সকল সম্পদের ব্যবহার,এবং আমাদের পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক আইনগত সহায়তার পাশাপাশি অহিংস আন্দোলনের নাগরিক প্রতিবাদ জরুরি”惠乔族人最关心的是Wiributa的圣洁,他们另指出,特许执照涵盖范围内,共有3500名居民,共有16个人口中心及多个地区,若银矿区开始运作,所有居民都可能面临供水短缺,也会因该公司使用氰化物而产生严重健康问题,包括视线模糊、呼吸困难、头痛、肢体麻痹、心脏麻痹、甚至死亡。
16উইরিকুটা। ছবি ফ্লিকার ব্যবহারকারী ডেভিড ম্যানিক্স ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন-শেয়ার এলাইক লাইসেন্স এর অধীনে ব্যবহৃত基于这些原因,惠乔族人表示,准备“动用所有必要资源,也要阻止这项可怕的开矿计划,会运用国内外法律资源,也不惜采取非暴力的公民抗争手段”。
17যদি প্রকল্পটি চলমান থাকে তবে যে সম্ভাব্য সমস্যাগুলো হবে তার প্রেক্ষাপট তথ্য -এর উপর কালচারাল সার্ভাইভাল একটি নিবন্ধ প্রকাশ করে:Wirikuta地区,照片来自Flickr用户David Mannix,依据创用CC BY-SA授权使用
18এই ব্যাপক প্রকল্পটি যদি চলমান থাকে তবে তার প্রতিক্রিয়াও হবে ব্যাপক।Cultural Survival提供若动手开矿可能衍生的问题:
19সুরঙ্গের মাধ্যমে বা উন্মুক্তভাবে যে পদ্ধতিতেই তারা আকরিক খনন করুক না কেন খনি থেকে যে এসিড নি:স্বরণ হতে পারে তা শতবর্ষ ধরে পরিবেশ, ভূমি এবং পর্যটনের প্রাথমিক উৎসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধূলা, শব্দ, ভূমিধ্বস এবং সড়ক নির্মাণ, ১৬ টি প্রজাতির পাখি বৈচিত্রের হুমকির কারণ হতে পারে।若这项庞大计划获准动工,冲击也会很庞大,无论是以隧道开挖或开辟露天矿场,都会产生大量矿渣,让酸性物质污染环境数百年,也会 破坏当地赖以维生的观光资源,粉尘、噪音、土壤侵蚀、建路、水污染、影响自然生态,还有包括16种濒临绝种鸟类的生物多样性,都会受到强烈损伤。
20খনির কারণে প্রায় মরুভূমির এ অঞ্চলে জলের স্তর ক্ষতিগ্রস্ত হবে ফলে কৃষকদের চাষের কাজ ব্যাহত হবে।农民担心 矿场可能破坏这片半沙漠地带的地下水层,矿场规模如此之大,每天用水相当于一户农民25年用水总和。
21এ আয়তনের খনিগুলোতে একদিনে যে পরিমান জলের ব্যবহার হবে সে পরিমান জল একটি কৃষক পরিবার ২৫ বছর ব্যবহার করতে পারবে।Cultural Survival亦提供各项协助及传递消息的建议方式,也包括透过網絡运动的管道。
22কালচারাল সার্ভাইভাল এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়তার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে যেমন বলা যায় অনলাইন অ্যাক্টিভিজম বা অনলাইন সক্রিয়তা।校对:Soup