Sentence alignment for gv-ben-20120321-23734.xml (html) - gv-zhs-20120325-10660.xml (html)

#benzhs
1তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহত কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী।土耳其:与库德新年群众持续冲突
2তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার। আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়।库德族为土耳其最大族群,占全国人口两成,将近2000万人,却长期沦为政府歧视及人权侵害目标,Hakkari省库德族民众3月20日于Yuksekova地区庆祝新年时,也遭到攻击。
3আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়। দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি।库德族政治人物Ahmed Turk伤重入院,32岁的Alaattin Okan遭摧泪瓦斯罐击中,两个知名库德语网站于当天早上遭封锁,故无法传递冲突最新消息,除此之外,主流新闻网站报导速度相当缓慢,库德族社运人士因此仰赖社群网站让大众得知实情。
4তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে। বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন।Bianet网站记者Faruk Arhan在Twitter张贴照片,记录一名库德族女性遭土耳其镇暴部队攻击现场:
5এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে।Yüksekova
6ইউকসেকোভা ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়।Yekbun Alp提及,土耳其镇暴警察与库德族庆祝新年民众发生冲突时,库德族议员Özdal Ücer遭逮捕:
7@ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে।警察冲入民宅逮捕住户时,Özdal Ücer议员恰好前往做客。
8আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে।另一位库德族社运人士张贴这幅照片,证明镇暴警察发射催泪瓦斯,库德族青年因为连新年都无法平安庆祝,而愤慨地丢掷石块回击:
9ছবি: @কুজুলকুর্ত照片来源:@quzzulqurt
10কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক। তিনি টুইট করেছেন:Hawri Tofik来自瑞典,与无数库德族社运人士同感愤怒,不满土耳其政府残暴对待庆祝新年的库德族人,她提到:
11@ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ?我真不明白…庆祝库德新年为何有罪?
12আরো কত কুর্দী আহত/নিহত হবে?究竟还得有多少库德族人伤亡?
13জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে:Jiyan Azadi提供这张照片,数万人聚集在Yuksekova地区,却遭致镇暴警察攻击:
14ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদী@jiyanazadi上传的照片
15ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন:来自英国伦敦的Meltem Ay表示:
16@জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল!土耳其实在很蠢!
17স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র!独裁政府、高压手段只会让库德族人更团结,让他们更强大!
18ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট।“库德族权益联盟”上传多张照片,指控土耳其镇暴警察动用催泪瓦斯和水柱,驱离Yuksekova地区的抗争群众。