Sentence alignment for gv-ben-20130621-36985.xml (html) - gv-zhs-20130608-12626.xml (html)

#benzhs
1হিন্দি ভাষা আরোপের প্রতিবাদে উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীদের আন্দোলন印度:东北各邦大学生反对把印地语变必修课
2ভারতে ভাষা রাজনীতির একটি দীর্ঘ ইতিহাস আছে। ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কথিত ভাষার সংখ্যা প্রায় ৪৩৮।印度的语言政治并非三言两语就能道尽,根据杂志经济学人报导,印度全境共有438种语言,但宪法附则里承认的语言仅22种。
3তবে, সংবিধান মাত্র ২২ টি নির্ধারিত ভাষার স্বীকৃতি দেয়। সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য হিন্দি অথবা সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত যে কোনো আধুনিক ভারতীয় ভাষার (আসামি, বাংলা, বোডো, ডোগ্রি, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালম এবং মনিপুরি) একটি পত্র অধ্যয়ন করা বাধ্যতামূলক করার পর বিতর্ক ছড়িয়ে পড়ে।德里大学近期强制全体学生研读印地语(Hindi),或任一种宪法第八附则所列举的现 代印度语(Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam和Manipuri),结果纷争因此而起。
4যেসব শিক্ষার্থীরা হিন্দি কিংবা উপরে উল্লেখিত যেকোন একটি আধুনিক ভারতীয় ভাষায় কথা বলে না, তাঁদের জন্য আবশ্যিক হিন্দি বা অন্যকোন “আধুনিক ভারতীয় ভাষা” (এমআইএল) পাঠ করা কঠিন হবে।这样强制学习印地语或任一种现代印度语(MIL)的规定,对不懂印地语或其它现代印度语的学 生而言,无非是一道难题。
5ইসলামাবাদ ভিত্তিক ভারতীয় সাংবাদিক রেজাউল হাসান লস্কর @রেজাহাসান টুইটারে বলেছেন:伊斯兰马巴德的印度记者Rezaul Hasan Laskar @Rezhasan 在推特上表示:
6@রেজাহাসানঃ উত্তর ভারতের @রাকেশ্মানি তে আমরা যারা হিন্দি ভাষা জানি না তাঁদের উপর ভাষাটি চাপিয়ে দেবার কোনো কারণ নাই।@Rezhasan (Rezaul Hasan Laskar): @rakeshmani 在北印度,要不懂印地语的人讲印地语,真是没道理。
7হিন্দি এবং অন্যান্য আধুনিক ভারতীয় ভাষা আরোপের বিরুদ্ধে প্রতিবাদ।学生抗议强制学习印地语和现代印度语的规定。
8নেফিসের দিল্লি ফেসবুক পেজ থেকে নেওয়া।图片来源:德里NEFIS的脸书页面
9আন্তর্জাতিক সংহতির জন্য নর্থ ইস্ট ফোরাম (নেফিস) উত্তরপূর্বের ছাত্রদের উপর হিন্দি / আধুনিক ভারতীয় ভাষা আরোপের বিরুদ্ধে ২০০ জন শিক্ষার্থী প্রতিবাদ করেছে।东北邦国际团结论坛(NEFIS)号召200位人士上街抗议,抗议针对印度东北各邦学生必须学习印地语或现代印度语之规定。
10এটা মণিপুর খবর এবং সংহতি তে রিপোর্ট হয়েছিল:于Manipur news与Sanhati两个新闻网站皆有报导:
11আমাদের আবেদন সত্ত্বেও বিষয়টি নিয়ে প্রশাসন থেকে কেউ আমাদের সাথে আলোচনা করার জন্য আসেনি।尽管我们对此议题持续提出诉求及讨论,但学校并未加以理会。
12আমরা অফিসের বাইরে নিরাপত্তা রক্ষীদের দ্বারা খারাপ আচরণ পেয়েছি এবং মেয়ে শিক্ষার্থীরা যৌন বিষয়ক অপব্যবহারের শিকার হয়েছে।我们被警卫粗暴地赶出来,女同学甚至遭到性别歧视。
13নেফিসের সমম্বয়কারী চিংলেন খুমুখাচেম ব্যবসায় স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে মিলস শেখানোর পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, সেকারণে হিন্দি স্বয়ংক্রিয়ভাবেই থাকবে পছন্দের তালিকায়।NEFIS的活动总召Chinglen Khumukcham向报社Business Standard透露,该所大学欠缺教授现代印度语的师资,所以印地语自然成为唯一选择:
14পুরো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ভাষার জন্য অবকাঠামো এবং অনুষদীয় শক্তির পরিস্থিতি এতোই ছোট যে মনিপুরি, আসাম ইত্যাদি মিলস ভাষায় কথা বলা সম্প্রদায়ের জন্যও বিষয়টি অনেক সমস্যা তৈরি করবে।对那些懂得现代印度语如Manipuri和Assamese等语言的群众来说,也必定会产生许多问题,因为这些语言的相关设备和师资都相当不足,无法满足全校学生的需求。
15দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবশ্যিক বিষয় হিসেবে হিন্দি প্রবর্তনের বিরুদ্ধে দ্যা এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এর কাছে একটি অভিযোগ দায়ের করেছে।亚洲人权中心也向印度国家人权委员会(NHRC)提出申诉,反对德里大学将印地语设为必修课的规定。
16উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীর যারা হিন্দি বা অধিকাংশ মিল'স ভাষায় পরিচিত নয় তাঁদের জন্য এই সব ভাষা আবশ্যক করা অনুচিত হয়েছে বলে নেফিস দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে।NEFIS已将一份备忘录递交给德里大学的副校长,并提到强制东北各邦学生学习印地语或现代印度语并不公平,因为他们完全不懂这些语言。 相关的抗议活动分别在3月22日和25日举行。
17এই বিষয়ে প্রতিবাদটি মার্চ ২২ থেকে মার্চ ২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।Khumukcham 表示:
18চিংলেন আরো বলেন:刻意忽略东北各邦学生的需求早就不是新鲜事了。
19উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীদের বিশেষ চাহিদার এই স্থূল অবহেলাটি নতুন জিনিস নয়।根据我们的观察,自校规起草之初,东北各邦学生的利益就遭到忽视。
20আমাদের পর্যবেক্ষণে এটাই দেখেছি যে, বিশ্ববিদ্যালয়ের নীতি এবং এর কাঠামোতে উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীদের স্বার্থ সর্বদা উপেক্ষিত করা হয়।基于这项原因,我们企图将这类歧视搬上台面,不分族群和彼此,一起挺身捍卫我们的共同利益。
21পক্ষপাতের এই তাজা উদাহরণ আমাদের জন্য একটি উপলক্ষ যেটি সাম্প্রদায়িকতার উপরে উঠে আমাদের সাধারণ স্বার্থ সুরক্ষায় একটি সঙ্ঘবদ্ধ প্রতিবাদ জানানো।印度东北各邦示意图。 图片来源:德里NEFIS的脸书页面
22ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো।一个专为南方坦米尔族群(Tamil)发声的博客发表以下评论:
23একটি তামিল ব্লগ মন্তব্য করেছে:很 高兴看到东北各邦年轻人积极反对强制学习印地语的规定。
24উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হিন্দি আরোপের বিরুদ্ধে কথা বলছে, এটা দেখতে ভাল … আশা করছি বিভিন্ন ভাষাগত গ্রুপ থেকে যুবকরা একে অপরের সাথে নেটওয়ার্কিং শুরু করতে পারবে, যেটি সাংবিধানিক সংশোধনী আনয়নের আমাদের সাধারণ লক্ষ্যকে এগিয়ে নিবে।希望所有使用不同语言的族群可以藉此团结起来,一同为宪法修正案努力,废止以单一语言作为官方语言 的规定,宪法第八附则所记载的其它语言也应同样视为官方语言,我们除严厉指责第八附则迟迟未见更新的情况外,更要求第八附则必须定期更新。
25আমাদের সাধারণ লক্ষ্য হচ্ছে, কোনো একক ভাষা ইউনিয়নের একমাত্র সরকারী ভাষা হতে পারে না, অষ্টম তফসিলে উল্লিখিত সমস্ত ভাষা ইউনিয়নের সরকারি ভাষা এবং এই ভাষাগুলোর আপডেটে উদ্যমহীনতাকে অবশ্যই নিন্দা জানাতে হবে এবং এর নিয়মিত আপডেট করতে হবে।根据“印度要改变”和脸书粉丝团“停止歧视东北邦印度人”所披露的消息,4月10日当天还有另一场学生发动的抗议活动。
26ভারতের পরিবর্তনের সময় ও উত্তরপূর্ব ভারতের জনগণের প্রতি বৈষম্য থামান ফেসবুক পাতা অনুযায়ী, শিক্ষার্থীরা এখন আবারও প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে।校对者:Ameli