# | ben | zhs |
---|
1 | অবতার: আদিবাসী অধিকারের পক্ষে না বিপক্ষে? | 《阿凡达》:反原住民色彩太重? |
2 | জেমস ক্যামেরনের বিস্ময়কর দৃশ্যাবলী সমৃদ্ধ ছবি অবতার (মুক্তি পেয়েছে ২০০৯-এ) একটি বৈজ্ঞানিক কল্প কাহিনী। | |
3 | এই চলচ্চিত্রে পৃথিবীর মানুষ অন্য এক গ্রহকে উপনিবেশ বানানোর ব্যর্থ চেষ্টা করে। | |
4 | এখন সারা বিশ্বে এই চলচ্চিত্রকে ব্যাপকভাবে সাম্রাজ্যবাদ বিরোধী চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে অন্যরা এই চলচ্চিত্রকে ইতিহাসের প্রথম সবচেয়ে দ্রুত বিলিয়ন (১০০ কোটি) ডলার আয় করা চলচ্চিত্র হিসেবে দেখছে। | |
5 | অনেকের কাছে এর উপাদানে আদিবাসী জনগোষ্ঠীর উপর সূক্ষ্ম বর্ণবাদী আচরণ রয়েছে। টেলিগ্রাফের ব্লগার উইল হ্যাভেন সাধারণত যুক্তরাজ্যে রাজনীতি, ইন্টারনেট এবং ধর্ম নিয়ে লেখেন। | 导演詹姆士柯麦隆(James Cameron)近期推出新作《阿凡达》(Avatar),视觉相当令人震撼,这部科幻片讲述地球人企图殖民另一个星球,结果最终失败,许多人认为电影充满反帝国主义氛围,但也有很多人指称,在这部影史上最快突破十亿美元票房的电影中,潜藏着歧视原住民的种族主义。 |
6 | তিনি এই চলচ্চিত্রে উপর অভিযোগ এনেছেন যে, এটি বর্ণবাদ এবং পশ্চিমা বাম ধারার উগ্রতা প্রদর্শন করছে: | |
7 | আমি এর গল্পটাকে নষ্ট করতে চাই না, কিন্তু এখানে এর মূল বিষয়টি হচ্ছে: একদল ভাড়াটে সৈনিক, যারা আসলে মানুষ, তারা প্যান্ডেরা নামে পৃথিবী থেকে দুরের এক গ্রহকে উপনিবেশ বানাতে চায় কারণ সেখানে এক অতি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। | |
8 | প্যান্ডোরার স্থানীয় বাসিন্দারা আকারে লম্বা, নীল চামড়ার এক ভিন্ন প্রজাতির প্রাণী। | |
9 | এদের নাম না'ভি। তারা যে এলাকায় থাকে তার ঠিক উপরে খনির অবস্থান। | 英国《电讯报》博客Will Heaven通常谈论英国政治、网络与宗教,他指控该片满是种族主义及西方左派自大心态: |
10 | না'ভিরা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাস করতে চায় না। | |
11 | কাজেই মানবজাতি তাদের উপর আক্রমণ চালায়। […] | |
12 | অবতারের বিষয়বস্তুর ক্ষেত্রে সবচেয়ে অবজ্ঞা যাকে ঘিরে চলে, সে এর নায়ক। | |
13 | এক অক্ষম তরুণ আমেরিকান, যার নাম সালী। | |
14 | চলচ্চিত্রে এই চরিত্রটিতে অভিনয় করেছে সাম ওরর্দিংটন। না'ভিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে সালীকে তাদের কাছে পাঠানো হয় (নীল চামড়ার এক অবতার হিসেবে)। | 我不会泄露剧情,故事基本架构是一群人类佣兵殖民遥远星球潘朵拉(Pandora),打算开采当地价值极高的矿物,而潘朵拉原住民纳美人(Na'vi)是身材瘦高、蓝皮肤的外星人,居住在矿场预定地上,因为拒绝搬迁,于是人类发动攻击。[ …] |
15 | কূটনৈতিক ভাবে এই সমস্যা সমাধানের শেষ চেষ্টা হিসেবে তাকে সেখানে পাঠানো হয়। | |
16 | কিন্তু বিস্ময়করভাবে, সে তাদের দলের একজন হয়ে যায়। তাদের দুর্দশায়, সে তাদের প্রতি এতটা সহানুভূতিশীল হয় যে, মানুষের বিরুদ্ধে যুদ্ধে সে তাদের পক্ষে নেতৃত্ব দিতে থাকে। | 电影里最卑劣的主题在于剧中英雄,是由山姆沃辛顿(Sam Worthington)饰演的美国残障青年杰克苏利(Jake Sully),人类向纳美人宣战前,苏利伪装成纳美人混入其中,希望试图以外交手段解决问题,但苏利后来却同情纳美人的遭遇,决定转而领导纳美人对抗人 类。 |
17 | যেমনটা বাম ধরার আত্ম দর্পী চিন্তা এগুতে থাকে, এটাই অন্য সব কিছু ছাড়িয়ে সবার উপরে অবস্থান নেয়। | |
18 | চলচ্চিত্র দেখায়, আদিবাসী না'ভি গোষ্ঠীর নিজেদের উদ্ধার করার জন্য একজন সাদা চামড়ার মানুষের দরকার হয়ে পড়ে, কারণ কম উন্নত প্রজাতি হিসেবে তাদের বুদ্ধিমত্তা ও বীরোচিত ধৈর্যের ঘাটতি রয়েছে। | |
19 | তাদের এই ঘাটতি দেখা দেয় নিজেদের এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে। | |
20 | অসহায় স্থানীয় আদিবাসী। অন্য কথায় বলা যায় তাদের অবশ্যই বিপদ থেকে রক্ষা পাবার জন্য সাদা মানুষের নেতৃত্ব গ্রহণ করতে হবে। | 在左派自大心理作崇之下,这个人肯定优于其他人,电影里认为纳美人得由白人来领导,因为纳美人开发程度较低,缺乏智慧及决心,无法独力战胜对手,换言之,这些可怜又无助的原住民,得仰赖这个正直的白人带领他们脱离危险。 |
21 | ফ্লোরিডা ভিত্তিক এক ব্লগার থিঙ্কিং ফর ইউ। তিনি এই বিষয়ে একমত: | 美国佛罗里达州博客Thinking for You亦表示: |
22 | আমাকে এটাই ধাক্কা দিয়েছে যে দর্শকদের অনেকেই শত্রু হিসেবে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর সহযোগিতা এবং রঙ্গব্যঙ্গ মেনে নেয়। | |
23 | তারা আক্ষরিক অর্থে করতালির মাধ্যমে আক্রমণকারী বাহিনীর ধ্বংস সাধনকে অভিনন্দন জানায়, কিন্তু সম্ভবত এই রসিকতা আমার উপর করা হয়েছে, কারণ সামরিক বাহিনীর প্রতিনিধিত্বকারীদের হারার ব্যাপারটা কেবল ধারণা মাত্র। | |
24 | এবং অবশিষ্ট অংশের সাথে দৃশ্যমান যে বাণী প্রদান করা হয়, তা হল প্রকৃতি এবং সংস্কৃতির ভাগ্য, সঠিক কর্ম বা ন্যায়বিচারের উপর নির্ভর করে না। | |
25 | এমনকি ভেতরের শক্তি দিয়ে তাকে পাওয়া যায় না, তার বদলে এই ভাগ্য নির্ভর করে ইঙ্গ-মার্কিন ও পৌরুষের প্রতীক যুক্তরাষ্ট্রে মেরিন বা নৌসেনার হাতে। | |
26 | আপনি ঘাতক বাণিজ্যিক কোন প্রতিষ্ঠান অথবা নিরপরাধ নীল চামড়ার আদিবাসী যেই হন না কেন, ইঙ্গ-মার্কিন পুরুষ নৌসেনা ছাড়া আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। সকল কিছুই এক ঘটনা মাত্র এবং প্রতিরোধ করার চেষ্টা বৃথা। | 我相当意外这么多观众能接受将美军视为敌人的讽刺手法,也很意外他们为部队败亡而喝采,或许只有我觉得好笑,因为最终军事 落败只 是种假设,在画面的视觉震撼下,背后讯息依然强调,自然与文化的命运并非取决于权利、正义或内在力量,而是争端及美国白人男性海军陆战队员介入,无论你是 侵略性的企业,或是英勇的蓝色原住民,只要没有白人男性海军陆战队员就赢不了,其他只是附带产品,抵抗也毫无意义。 |
27 | দি ফায়ার কালেকটিভ: ফাইট ইম্পেরিয়ালিজম, রিথিঙ্ক, এন্ড এক্সপেরিমেন্ট, নামক ব্লগে লেখেন এরিক রিবেলারসি। তিনি এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন: | 但Eric Ribellarsi在The Fire Collective: Fight Imperialism, Rethink and Experiment有异见: |
28 | আমি এই চলচ্চিত্রটিকে সূক্ষ্ম এবং সুন্দর এক চলচ্চিত্র হিসেবে আবিষ্কার করেছি, যা এক উচ্চমানের সাদা চামড়ার সৈনিকের গল্প বলে। | |
29 | সাম্রাজ্যবাদের এক পটভূমিতে এই সৈনিক এক আদিবাসী জাতিকে (না'ভিদের) শোষণ এবং দমন করতে যায়। | 我认为电影既细致又华丽,述说帝国主义下的菁英白人士兵原本要剥削及欺压外星人原住民,后来却受到原住民感化,愿意与原住民为伍对抗帝国主义。 |
30 | কিন্তু এই জাতির সংস্পর্শে এসে নিজেই বদলে যায় এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করে। | |
31 | আদিবাসী ব্লগার মিন্দানাওয়ান'স ন্যারেটিভস অবতার নামক চলচ্চিত্রটিকে দেখছেন যে কোন এক্টিভিস্টের “স্বপ্নের ছবি” হিসেবে। | |
32 | ভদ্রমহিলা তার মাতৃভূমি ফিলইপাইনসের মত সমস্যাকে তুলে ধরা চলচ্চিত্র হিসেবে একে দেখছেন: | 原住民博客Mindanaoan's Narratives认为该片是「社运份子的美梦」,并对比家乡菲律宾国内情况: |
33 | এই চলচ্চিত্র মিন্দানাও-এর পশ্চাৎভূমির আদিবাসী এবং গ্রাম্য বাসিন্দারা যে সব সমস্যার মধ্যে বাস করছে তার এক প্রতিফলন। | |
34 | খনি খনন করা এবং অন্য সব ‘উন্নয়ন প্রকল্পের” সাথে সামরিকীকরণের এক সংযুক্ততা রয়েছে এবং মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে; আদিবাসীদের দিয়ে আদিবাসীদের উৎখাত করা হচ্ছে। | |
35 | যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভিত্তিক ব্লগ জর্ডান পস ব্লগ। এই চলচ্চিত্রের ব্যাপারে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে: | 电影也让我想到民答那峨(Mindanao)地区原住民与乡村居民的奋斗历程,矿业及其他「发展计划」都涉及穷兵黩武与人权侵害,煽动原住民彼此对立。 |
36 | না'ভিদের হিসেবের সাথে আদিবাসী আমেরিকানদের হিসেব মেলানো এক লজ্জাহীন এবং থুতু গিলে ফেলার মত বিষয়??। | |
37 | এর কারণ আমি মনে করি, তারা যে কোন কিছুকে ইন্ডিয়ান নামক আমেরিকান আদিবাসীদের বিশুদ্ধ অভিজ্ঞতার সাথে মেশাতে চায়, তার বদলে পুরো চলচ্চিত্রটি অরুচিকর এবং বিরক্তিকর। | |
38 | না'ভিরা এতটা সাধু এবং পৃথিবীর দমন এতটা শয়তানীপূর্ণ যে, তা দেখে আমার বমি চলে আসে। এটা গল্প বলা নয়। | 美国乔治亚州博客Jordan Poss Blog采取另一观点: |
39 | এটা ধর্মপ্রচার এবং এটা খুব খোঁড়া এক হিতোপদেশ। আবিগাইল নুসবাউন ইজরায়েলে বাস করা এক ব্লগার যার ব্লগের নাম আসকিং দি রং কোশ্চেন। | 将纳美人比拟为美国原住民真是既无耻又恶心,并不是我觉得美国原住民经验有何神圣之处,而是整部电影充满令人反胃之处,纳美人在其中犹如圣人,而来自地球的迫害者显然如此邪恶,这种安排让我想吐,这根本不是说故事,而是传教,还是很糟的传教方式。 |
40 | তিনি মনে করেন না যে, এই চলচ্চিত্রটি আদিবাসীদের আবেগপূর্ণ ভাবে তুলে ধরেছে: | 以色列博客Asking the Wrong Questions的 Abigail Nussbaum并不认为本片刻意将原住民拍得很浪漫: |
41 | যখন এই চলচ্চিত্রের প্রোডাকশান ডিজাইনার ব্যাখ্যা করেন যে, এই চলচ্চিত্রে নীল চামড়ার ভিন্ন প্রাণীর সৃষ্টির ধারণা অবচেতনভাবে চলচ্চিত্রকার মুক্ত করে দেন। | |
42 | একটা গল্প বলার ক্ষেত্রে এটাকে হয়তো বর্ণবাদী চিন্তাধারা মনে হতে পারে। যদি তা মানবের বেলায় বলা হয়ে থাকে, তা হলে যা বলা হয়েছে, তাতে কোন সমস্যা নেই। | 电影设计者表示,制作这些蓝皮肤的外星人时,让导演能够自由地说故事,不必担心以人类为角色会被冠上种族主义之名,虽然他表示,这些外星人与美国原住民的差异只有蓝皮肤,我也不觉得有什么问题,身为博客的我还有什么好说呢? |
43 | সেক্ষেত্রে এই বাস্তবতা সত্ত্বেও কোন সমস্যা নেই এই কারণে যে, এই ভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে পরিচিত আমেরিকান আদিবাসীদের পার্থক্য কেবল নীল চামড়ায়। | |
44 | এক বিনীত ব্লগারের এর সাথে আর কি যুক্ত করার রয়েছে? | 校對:Portnoy |