Sentence alignment for gv-ben-20090907-5972.xml (html) - gv-zhs-20090909-3690.xml (html)

#benzhs
1ফিলিপাইনস: এইচআইভির সাথে বসবাস菲律宾:与爱滋共存的生活
2ফিলিপাইনসের যেসব তরুণ এইচআইভি পজিটিভ বা এইচআইভিতে আক্রান্ত হয়েছে তারা তাদের ব্যক্তিগত সংগ্রামের ঘটনা বর্ণনা করার জন্য ব্লগের সাহায্য নিচ্ছে।
3দিনে দিনে এইসব ব্লগারের সংখ্যা বাড়ছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন তরুণদের মধ্যে কথোপকথনে উদ্বুদ্ধ করছে। ফলে এইসব ব্লগ দেশে এইচআইভি /এইডসের সম্বন্ধে সবাইকে সচেতন করতে সাহায্য করছে।菲律宾有愈来愈多年轻人,都使用博客记录自己感染爱滋病后的个人挣扎与经历,促进更多年轻人相互对话,也帮助国民更加瞭解爱滋病的现实状况。
4যদি কোন ব্যক্তি তার অবস্থা খোলাখুলি জানাতে প্রস্তুত না থাকে, তবে তার জন্য বেনামী ব্লগ রয়েছে যা তাকে তার গল্প বলতে সাহায্য করবে।
5এমনই করেছেন পজেটিবো০০৭। আমার বন্ধু, আমি তোমার জন্য এই ব্লগটি সৃষ্টি করেছি।若人们还没准备好向他人坦白,建立匿名博客或许是个办法,例如Positibo007便这么做:
6যখন ঠিক সময়টি আসবে, তখন তুমি এই ব্লগটি পড়বে, কিন্তু এখন আমি তোমাকে বলার জন্য তৈরি নই যে আমার মধ্যে ‘সে' রয়েছে। শুরু থেকে বলা যায়, আমার কি হয়েছিল, এই ঘটনা এক বেদনাদায়ক গল্প বলা…..亲爱的朋友,我为各位建立这个博客,当时机来临时,各位就会读到博客内容,但目前,我还没准备好告诉各位我已有「它」。
7আমি দ্বিতীয় দিনে এই একাউন্টটি খুলেছি, এ কারণে যে আমার মধ্যে “সে” রয়েছে। আমি তোমাকে উদ্বিগ্ন করতে চাই না।要诉说我的这段故事很痛苦…我在得到「它」后第二天,便设立这个帐号。
8আমি ঠিক আছি। আমার স্বাস্থ্য ঠিক আছে এবং আমি এখনও স্বাভাবিক জীবন যাপন করছি।我不希望各位担心,我没事,我很健康,也仍过着正常生活。
9লাইফ আফটার পুসিট, যখন তার পছন্দের মানুষটি এই সত্যকে গ্রহণ করতে পারে নি, তখন সে বেদনা অনুভব করেছে । ঘটনা হচ্ছে আমাকে ইতিবাচক হতে হয়েছে, আমার পেটের জন্য।Life after PUSIT很痛苦,因为亲人无法接受这件事实:
10এটা এক সত্য, কিন্তু আমার জন্য তা গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়ায়, যখন আমি দেখি যে সমস্ত লোকজন, যারা আমার কাছে আলাদা মানুষ, তারা আমার এই বাস্তবতাকে মেনে নিতে পারে নি।
11তাঁর, উত্তর আমার জানা প্রয়োজন, তাঁর, কণ্ঠস্বর আমার শোনা প্রয়োজন।
12আমার জানা প্রয়োজন, সে কি আমার সাথে থাকবে, নাকি সে তাঁর নিজের পথে চলবে। ব্যাক এটা দা ক্লজেট নিজেকে এইভাবে পরিচয় করিয়ে দিচ্ছে:承认自己是爱滋病患很简单,这是事实,但看见我很重视的人无法接受,则令我相当难过。
13আমি এক পুরুষ সমকামী। যেদিন আমি জন্মগ্রহণ করি সেদিন থেকে আমি সম্ভবত তা ছিলাম।我需要他的答案,需要他的声音,我想知道他是否要与我同行,或是决定各自生活。
14আমার ২১ তম জন্মদিনে, আমার এই পথে যাত্রা শুরু। আমি আমার পিতামাতার ঘর থেকে বের হয়ে আসি।Back in the Closet如此介绍自己:
15এটি আমার মায়ের ক্ষেত্রে সামান্য নাটকীয়তা সৃষ্টি করে এবং আমার পিতার বেলায় কিছু পার্থক্য তৈরি করে এবং সর্বোপরি বের হয়ে আসার বিষয়টি প্রায় সঠিক ছিল।
16এখন ঘটনার নয় বছর পর, আমার ৩০ তম জন্মদিনের ঠিক দুই সপ্তাহ আগে, আমি আবিষ্কার করলাম- আমি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি। এবং এই ভাবে আমার গল্প শুরু হল…আমি ব্যাক ইন দা ক্লজেট没错,我是同性恋,大概打从出生就开始,21岁那天我初次承认,向父母坦白一切,母亲反应有些夸张,父亲显得冷漠,但场面得分高于平均值,近乎完美。
17তার সম্প্রতি সিডি৪-এর পরিমাণ (এইচআইভি আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা পরিমাপক) বেড়ে নয় পয়েন্টে দাঁড়িয়েছে।
18প্রতি ছয় মাস পরপর সিডি৪ পরিমাপ করা, এইচআইভির জীবাণু নিয়ে বাস করে এক ব্যক্তির জন্য অনেক আদর্শ কাজ।如今九年后,30岁生日前两周,我发现…罹患爱滋病。
19আমার সিডি৪ এর পরিমাণ ৪৯৩। এটি নয় পয়েন্ট বা মাত্রায় অবস্থান করছে।我的故事如此开始…我又回到衣柜。
20হুমম, এই বিষয়ে আমার অনুভূতি মিশ্র।他最近CD4受体检验提高9分:
21নয় পয়েন্ট? সামান্য নয় পয়েন্ট?罹患爱滋病后,固定每六个月要检测CD4受体数。
22ছয় মাস আগের ১৫৬ এর তুলনায় অনেক কম? হুমম, তাৎক্ষনিক ভাবে খুশি হবার মতো তেমন কিছু নয়?我的检测值为493分,成长了9分,感觉很复杂,9分?
23কিন্তু ছয় মাস এই অসুখের মধ্যে বসবাস করার ব্যর্থ অবস্থার কথা বিবেচনা করলে বলা যায়, বন্ধুরা আমাকে ত্যাগ করেছে, আমার পুরোনো পেশার আরাম দায়ক নিশ্চয়তা ছেড়ে আসতে হয়েছে, নতুন পেশায় মনোনিবেশ করতে হয়েছে, প্রতিদিনের লম্বা ভ্রমণে কুস্তি করতে হচ্ছে, এআরভি ওষুধের বেশি ডোজ ভুল ক্রমে খাওয়া, আমায় প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় এবং এ রকম আরো সম্ভাব্য ভয়ানক যন্ত্রণা দায়ক পরিস্থিতি… হঠাৎ, নয় পয়েন্ট , তেমন খারাপ শোনায় না।
24অন্তত তা নিচে নামে নি, ঠিক আছে?区区9分?
25কাজেই, আমি সুখী। ম্যানিলা গে গাই তে, চার্লি লিখেছে, এইচআইভি নিয়ে তার লড়াই করার কথা:相较于12个月之前检验值为156分,似乎没什么太大变化。
26এক বছর হতে চলল, যখন আমি আমার শারীরিক অবস্থার কথা শুনি এবং এখনও আমি আমার স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করে যাচ্ছি। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি নাটকীয় ভাবে পরিবর্তিত হয়েছে।但想到过去六个月之中求爱不成、与朋友磨擦、离开习惯的旧工作范围、投入新的领域、通勤时间拉长、ARV服药过量的差错,还有其他无数可能令人沮丧的情况,…突然间,增加9分似乎没那么糟,至少没有下滑对吧,我因此很开心。
27আমি আশাবাদী থেকে উন্মাদে পরিণত হয়েছি এবং সকল সময় আমাকে হতাশা গ্রাস করছে।Charlie在Manila Gay Guy博客记录自己的爱滋奋斗过程:
28আগে আমি বন্ধু ও সমাজের সাথে যোগাযোগ বন্ধ করেছি, কিন্তু এখন আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি এবং একজন মৃত মানুষের মত বেঁচে আছি। এ ভাবেই আমি আমার জীবন ছবিকে আঁকি।我从得知罹患爱滋至今已超过一年,我还在努力过着正常生活,我对生命的看法大幅改变,原本生性乐观,如今偏执又时时悲观;我曾经常和朋友见面,也出席各种社交场合,如今已放弃这些生活,觉得自己像个「活死人」,我也不再发展任何关系,深怕会因我的情况遭到拒绝与批评。
29আমি কোন সম্পর্ক গড়া থেকে বিরত থাকছি এই ভয়ে যে, তারা এই অবস্থায় আমাকে বাতিল করে দিতে পারে এবং আমার সমালোচনা করতে পারে।
30চার্লির এই চিঠি অনেক প্রতিউত্তর এসেছে। এখানে জেমসের পাঠানো উপদেশ দেওয়া হল:他的文章引起许多回响,James的建议是:
31চার্লি, আমি এক এইচআইভি পজিটিভ ব্যক্তি, যখন আমি প্রথম এই সত্যটি সম্বন্ধে জানলাম, আমার অনুভূতি তোমার মতোই হয়েছিল। আমার মনে হয়েছিল আমার জীবন থেমে যাবে এবং আমি এমনভাবে বেঁচে থাকবো, যেন আমি আমার মৃত্যুর অপেক্ষায় রয়েছি।Charlie,我也是爱滋病带原者,我刚得知染病时和你感受相同,以为我的世界就此停止,生活只是为了等待死亡到来,但我后来意识到生命不只是这项疾病而已,所以请按时服药,并继续追踪CD4受体值,健康生活是第一要务,Charlie保重。
32কিন্তু আমি উপলব্ধি করলাম, জীবন এখনো অনেক বাকী।Art的留言是:
33তখন আমি এই রোগ সম্বন্ধে চিন্তা করতে শুরু করলাম। যদি আমরা আমাদের এই রোগ নিয়েই ভাবতে থাকি, তা হলে আমরা আরো তাড়াতাড়ি মারা যাব।罹患爱滋已不再等于死刑,我知道这种情况对你而言很困难,请寻求谘询、参与爱滋支持团体、让自己更忙碌!
34কাজেই আস, ধর্মীয় ভাবে আমরা আমাদের ওষুধ গ্রহণ করি এবং আমাদের সিডি৪ এর পরিমাপ করতে থাকি।
35আমাদের সবার আগে দরকার স্বাস্থ্যকর জীবন যাপন করা। নিজের যত্ন নিও, চার্লি।我知道很难,但生活可以不必自怨自艾,你只需要服药和正确的生活模式,让生命过得更圆满。
36আর্ট থেকে আরেকটি উত্তর এসেছে: এইচআইভি হওয়া মানেই মৃত্যুর ঘণ্টা বাজা নয়।得知自己感染爱滋病后,El Roi决定鼓励基督教式生活,认为可有效避免爱滋病,并提升世界各地的相关意识:
37আমি জানি, এই ধরনের পরিস্থিতিতে পড়া আপনার জন্য কতটা কঠিন। যারা আপনাকে এ ব্যাপারে ভালো উপদেশ দিতে পারবে তাদের খুঁজে বের করুন।得知检验结果后两个月,我觉得自己是个活死人,因为我继续工作、正常生活,彷佛什么事都没发生,经过这段时间,我接受自己已生病,将在12年至18年内死亡,我觉得必须为自己行为后果负责。
38নিজেকে ব্যস্ত রাখুন! আমি জানি কাজটা কঠিন, কিন্তু নিজের বেদনায় গড়াগড়ি দেওয়ার প্রয়োজন নেই।如今我有许多时间思考世事,最后决定为生命带来重大改变…开始追随耶稣基督。
39আপনার ঠিকমতো চিকিৎসা গ্রহণ ও শরীরের সঠিক অবস্থা বজায় রাখা দরকার। পরিপূর্ণ মাত্রায় জীবন যাপন করুন।Pinoy HIV Plus分享自己向姐妹坦白的经验:
40ডা এল রিও যখন জানতে পারলেন তিনি এইচআইভিতে আক্রান্ত, তখন তিনি এইচআইভি/এইডস বিস্তার রোধে খ্রীষ্টান ধর্মমতে জীবন যাপন প্রচারণার উদ্যোগ নেন। এই ভয়াবহ মেডিকেল রিপোর্টের পর আমি যেন এক মৃত মানুষের মতো হাঁটছিলাম, যেহেতু আমি কাজ এবং স্বাভাবিক জীবন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম, তখন এমন ভাবে সব কিছু শুরু করলাম, যেন জীবনে কিছুই ঘটে নি।我当时觉得,这或许是个征兆,要我向家人坦承自己的情况,于是我告诉她一切,起初她以为我在开玩笑,但我说这是实话,再叙 述自己 如何得知染病,她非常支持我,我请她打电话给其他姐妹,让我一一坦白病情,她们都很支持,她们当然担心我过得好不好、我感觉如何等,我回答除了生活状态, 自己没有任何改变,她们也说一切不变,我仍然是她们所认识的姐妹,也依然很爱我,无论我何时将离开,她们都会我在身边…接下来就夸张了!
41এই দু:খজনক সময় ঈশ্বরকে স্মরণ করলাম এবং এই সত্যকে গ্রহণ করলাম যে, আমি রোগাক্রান্ত এবং ১২ থেকে ১৮ বছরের মধ্যে আমি মারা যাব।
42আমি উপলব্ধি করলাম আমার এই ঘটনার দায় ভার আমাকে নিতে হবে।I Have HIV困在政府医学中心两星期,与其他爱滋病患接受治疗:
43এখন এই ঘটনা আমাকে অনেক সময় দিচ্ছে চিন্তা করার জন্য এবং ঘটনাক্রমে আমার জীবন পাল্টে দিয়েছে, যা জীবনের জন্য এক বিশাল পরিবর্তন …. প্রভু যীশুকে স্মরণ করা।我告诉双亲情况后,决定告诉我的五弟,他一开始大哭,后来才接受,我告诉同事将休假两星期,他们才不会询问我的去处。
44পিনয় এইচআইভি প্লাস, একটা গল্প আমাদের সবাইকে জানাচ্ছে, কিভাবে এইচআইভি আক্রান্ত মেয়েটি তার বোনের কাছে নিজের অবস্থার স্বীকারোক্তি প্রদান করেছে।
45আমার পরিস্থিতি আমার পরিবারকে জানানোর জন্য, সে সময় আমি ভেবেছিলাম হয়তো এটাই সঠিক সময়। কাজেই আমি আমার বোনকে বিষয়টি জানালাম।我抵达后,医师为我办理入院,并告诉我准备好,她向我介绍将一同接受ARV治疗的夥伴,我第一天相当自负,只和我弟弟讲话,总请弟弟帮忙到餐厅买食物。
46প্রথমে সে আমার কথা গুরুত্বের সাথে নেয় নি। কিন্তু আমি তাকে বললাম, এটা সত্যি ঘটনা এবং কিভাবে এই ভাইরাস আমার শরীরে এলো সেই গল্পটি তাকে বললাম।但毕竟两星期很长,我逐渐与其他病患熟识,且其中多数病患都是同性恋,我和其他患者一同接受ARV治疗,也逐渐变得熟识。
47তাকে বললাম কিভাবে আমি জানলাম যে, আমার ভেতরে এই ভাইরাস রয়েছে।他的新人生目标是:
48সে ছিল খুবই সাহায্য কারী একজন। আমি তাকে বললাম, আমার অন্য বোনদের বিষয়টি জানাতে, যাতে আমি তাদের সব কিছু খুলে বলতে পারি।帮助其他爱滋病患,并教育其他人这种名叫爱滋的新定时炸弹为何物,因为国内有许多问题,政府没有时间关心,但我认为爱滋病疫情每分每秒都在恶化。
49আমার অন্য বোনেরাও সাহায্য করার মানসিকতা রাখত। অবশ্য এখন তাদের উদ্বেগের বিষয়, এই অসুখ নিয়ে আমি কি করছি অথবা আমি ঠিক আছি কিনা।The Chronicles of E强调让更多人认识爱滋病的重要性:
50আমি তাদের বললাম যে আমার কোন কিছুই বদলে যায় নি, একমাত্র আমার জীবন যাপন পদ্ধতি ছাড়া।
51তাদের দিক থেকে তারা বলল, কোন কিছু পাল্টে যায় নি, আমি এখনো তাদের বোন, তারা যে ভাবে আমাকে জানত।
52তারা আমাকে খুব ভালবাসে এবং যখন আমার যাবার সময় আসবে, তখন তারা আমার পাশে থাকবে….. নাটকীয়তা।我检验为阳性后,我觉得一切完了,我害怕自己很快将死去,还有那么多治疗!
53আই হ্যাভ এইচআইভি, ব্লগারকে এইচআইভি আক্রান্ত রোগীদের সাথে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দুই সপ্তাহ কাটাতে হয়েছিল, এই রোগের চিকিৎসা গ্রহণ করার জন্য।
54এই ঘটনাটি আমি আমার বাবা-মাকে খুলে বলি এবং আমরা সিদ্ধান্ত নেই, আমরা আমাদের পঞ্চম ভ্রাতাকে আমার শারীরিক অবস্থার ব্যাপারটি খুলে বলা দরকার।
55যখন সে এই বিষয় সম্বন্ধে জানতে পারে তখন সে আর্তনাদ করে উঠে। ঘটনাক্রমে সে এটিকে মেনে নেয়।我知道治疗爱滋所费不赀…我可没这么多钱!
56আমি আমার ব্যবসায়ীক অংশীদারদের বললাম, আমি দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছি, যাতে তারা আমার অবস্থান সম্বন্ধে কোন প্রশ্ন না করে।
57যখন আমরা হাসপাতাল উপস্থিত হই, আমার ডাক্তার আমাকে ভর্তি করে নেন, এবং আমাকে প্রস্তুত হতে বলেন।
58তিনি আমাকে আমার সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দেন, যারা এআরভি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবে।
59প্রথম দিন আমি নাক উঁচু ভাব করে ছিলাম।我也没办法向其他人坦白!
60তখন আমি কেবল আমার ভাইয়ের সাথে কথা বলতাম।还没准备好!
61আমি হাসপাতালের দেওয়া খাবার খেতাম না। আমি সব সময় আমার ভাইকে বলতাম হোটেল থেকে খাবার কিনে আনতে।几天后我才发现,原来有非政府组织与医院在帮助爱滋病患。
62ঘটনাক্রমে দুই সপ্তাহ অনেক লম্বা সময় এবং আমি অন্য সব রোগীদের সাথে ঘনিষ্ঠ হলাম।
63সেখানকার বেশীর ভাগ রোগী পুরুষ সমকামী।我自问,为什么直到现在才学着理解?
64আমি এবং আমার অন্য সঙ্গীরা এআরভি নেওয়া শুরু করলাম এবং দিনে দিনে আরো ঘনিষ্ঠ হলাম।
65তার জীবনের নতুন লক্ষ্য:为何染病前不瞭解爱滋?
66অন্যদের সাহায্য করা, যারা তার মত একই রোগে আক্রান্ত এবং অন্য লোকদের শিক্ষিত করা এই নতুন টাইম বোম, যা টিকটিক করছে তার প্রভাব সম্বন্ধে।
67এই বোমের নাম এইচআইভি/এইডস। সরকারের এই বিষয়ে দেখার মতো যথষ্টে সময় নেই, কারণ আমাদের অনেক সমস্যা রয়েছে।我一定得感染爱滋后,才能知道这些资讯吗?
68কিন্তু আমি মনে করি দিনের প্রতিটি সেকেন্ডে এবং মিনিটে এইচআইভি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।
69দি ক্রনিকল অফ ই, এইচআইভি সচেতনতা সম্বন্ধে যে প্রচারণা হচ্ছে তা যথেষ্ট বলে মনে করছেন না:
70যখন ধরা পরল আমি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি, আমি ভেবেছিলাম এটাই বুঝি আমার জীবনের শেষ অধ্যায়।
71আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম আমি শীঘ্রই মারা যাচ্ছি- এবং এই সমস্ত ওষুধ!
72আমি জানি এইচআইভির চিকিৎসা অনেক ব্যয়বহুল … এর চিকিৎসা করার মতো সামর্থ্য আমার ছিল না।
73এবং না, আমি পারি নি এবং পারবো না, আমার সঙ্গীদের একথা জানাতে। এখনো পারি নি!现在让我开始思考社会意识。
74কিছুদিন পরেই আমি আবিষ্কার করলাম কিছু এনজিও ও সরকারি হাসপাতাল রয়েছে, যারা এইচআইভি আক্রান্তদের সাহায্য করে।
75এখন আমি নিজেকে জিজ্ঞেস করি. কেন এখন?Kablog!
76কেন আমি এইচআইভিতে আক্রান্ত হবার আগে সচেতন হলাম না?证实菲律宾社会对爱滋仍存在种种污名:
77সকল তথ্য জানার আগেই কি আমার এইচআইভি পজিটিভ হবার প্রয়োজন ছিল? এখন এটি আমাকে ভাবাচ্ছে সচেতন হবার কথা।我已说过够多次,我已感受够多次,我已担心够多次,我想各位应该都同意,菲律宾对于爱滋病仍有污名存在。
78কাব্লগ! নিশ্চিত করেছে যে এখনো ফিলিপাইনসের এইচআইভি আক্রান্তদের সাথে ঘৃণার এক সম্পর্ক রয়েছে।纵然是接受检测,或是考虑接受检测,各位其实就已感受到污名而不自觉,别人会怎么想?
79আমি বলছি, অনেক সময় অতিবাহিত হয়েছে।他们会评断我吗?
80আমি অনুভব করছি, অনেকটা সময় পার হয়ে গেছে। আমি উদ্বিগ্ন যে, এটা অনেক সময়।他们会觉得我是同性恋吗?
81আমি মনে করি এটা বলা অনেক নিরাপদ যে, সকলে জানে ফিলিপাইনস এইচআইভিকে এক ঘৃণা ঘিরে ধরে রেখেছে।
82এ যেন নরক, যদি কেউ এই পরীক্ষা করতে যায়, এমনকি পরীক্ষা করার কথা চিন্তা করে, তুমি হয়তো উপলব্ধি করতে পারবে না, এর সাথে তুমি কি ধরনের ঘৃণার অভিজ্ঞতা পেতে যাচ্ছ।
83তারা আমাকে কি ভাবে? তারা কি আমাকে বিচার করে?他们会觉得我滥交吗?
84তারা কি মনে করে, আমি এক সমকামী পুরুষ? তারা কি মনে করে আমি বাছবিচারহীন যৌন সম্পর্কে জড়িত?很遗憾各位必须担心这种事,而不只是学习爱滋病检测的重要性。
85এবং এ রকম আরো কিছু। এটা দু:খজনক যে একজন এইচআইভি রোগে আক্রান্ত হয়েছে, এটা গুরুতর ঘটনা, এই রকম বিষয়ে তোমাকে উদ্বিগ্ন হতে হবে।但我后来瞭解,爱滋病患所遭受的污名并非人人相同,有些很糟,有些更糟,有时污名源自于最微小的事情,其中一项包括认为爱滋病是同性恋疾病。
86কিন্তু আমি এটি উপলব্ধি করলাম, যে বা যারা এই সমস্ত নিন্দার অভিজ্ঞতা লাভ করে, তাদের সবার অভিজ্ঞতা এক রকম নয়।
87কারো জন্য এটা খারাপ এবং কারো জন্য জঘন্য।据卫生单位指出,菲律宾过去几年HIV阳性病例不断增加:
88নিন্দার এই ভিন্নতা খুব ছোট মাত্রা থেকে শুরু হতে পারে এবং এইচআইভি আক্রান্তদের এই রোগকে পুরুষ সমকামী রোগ হিসেবে দেখা, সে রকমই একটা বিষয়। ফিলিপাইনস স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে ফিলিপাইনসে এইচআইভি এবি সেরোপজেটিভে আক্রান্তদের সংখ্যা অতীতের চেয়ে অনেক বেড়ে গেছে।从1984年元月至1999年七月,共通报4021件HIB检验阳性案例,其中3204件(80%)并无症状,另外817 件 (20%)为爱滋病,年龄介于1岁至72岁(年龄中间值为32岁),案例数最多的年龄层为25至29岁(22%)、30至34岁(20%)、35至39岁 (16%),案例中72%(2873件)为男性。
89জানুয়ারি ১৯৮৪ থেকে জুলাই ২০০৯ সাল পর্যন্ত, দেশটিতে ৪০২১ জন এইচআইভি এবি সেরোপজেটিভের রিপোর্ট করা হয়েছে।
90যার মধ্য ৩২০৪ (৮০ শতাংশ) লোকের এখনো এই রোগের লক্ষণ দেখা দেয় নি এবং ৮১৭ জন (২০ শতাংশ) এইডস রোগে আক্রান্ত।
91রোগাক্রান্তদের বয়স সীমা ১ থেকে ৭২ বছর (গড় বয়স সীমা ৩২ বছর)।
92যে সব বয়সের মানুষদের সবচেয়ে বেশি এই রোগ রয়েছে তাদের বয়স সীমা ২৫-২৯ বছর (২২ শতাংশ), ৩০-৩৪ বছর (২০ শতাংশ), ৩৫-৩৯ বছর (১৬ শতাংশ)।
93এই রোগে আক্রান্তদের শতকরা ৭২ জন পুরুষ (২৮৭৯)।
94ছবির শিরোনাম: ” এই আলো তোমাকে পথ দেখাবে” ছবি ইয়থ এইডস ফিলিপাইনস এলায়েন্সের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। Email图说:「灯光会带领你前进」,照片来自Youth AIDS Filipinas Alliance
95লিখেছেনMong Palatino অনুবাদ করেছেন বিজয়校对:Soup