# | ben | zhs |
---|
1 | পাকিস্তানের আইনজীবীদের উদ্ধত আচরণ ২০০৭ সালে পাকিস্তানে আইনজীবী আন্দোলনের শুরু হয়েছিল এবং এর জন্য যথেষ্ট জনসমর্থন লাভ করায় তারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ওঠে। | 巴基斯坦:律师狂暴行动 |
2 | আইনজীবীদের এই প্রতিবাদ ছিল ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, যা নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, প্রচার মাধ্যম ও ছাত্রদের অনুপ্রেরণা জুগিয়েছে। | 开始于2007年的巴基斯坦律师运动,获得各地公众的极大支持和信任。 |
3 | কিন্তু সম্প্রতি কিছু আইনজীবীর দ্বারা নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক ও পুলিশ সদস্যদের হয়রানির সংবাদ প্রচুর ভুরু কুঞ্চনের সৃষ্টি করে। পাকিস্তানী স্পেক্টেটর এর আদনান ফারুক বিস্মিত: | 律师的抗议活动支持正义与人权,对于公民社会、人权活动家、媒体和学生来说是一件鼓舞人心的事。 |
4 | গত কয়েক সপ্তাহ থেকে যে সমস্ত ঘটনা ঘটছে তার ব্যাখ্যা দেবার কোন প্রয়োজন নেই। | 然而近来传出一些律师骚扰民间社会成员的消息,令新闻记者和警察惊讶。 |
5 | আমাদের এই প্রিয় মাতৃভূমির সকল শিশু সাক্ষী যে আইনজীবীরা সীমার বাইরে চলে যাচ্ছে এবং আক্ষরিক অর্থেই তারা নিষ্ঠুর মানুষে পরিণত হচ্ছে। | The Pakistani Spectator的Adnan Farooqui不禁要问: |
6 | সত্যিকার অর্থে, বলতে গেলে কেউ আশা করে না যে এ রকম উচ্চ শিক্ষিত এবং বিবেকবান ভ্রাতৃত্ব মূলক সমাজে এমনটি ঘটবে। | 发生在过去几周的事件无需解释。 |
7 | জাজবা ব্লগ রিপোর্ট করেছে এক ঘটনার কথা, যেখানে পাঁচজন আইনজীবী এক সহকারী সাব ইন্সপেক্টরকে (এএসআই) প্রহার করে। | 每一个在这被热爱的国家里的孩子,都目睹了律师的失控,简直是变成凶汉了。 |
8 | এই এএসআই তাদের এক মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ অবৈধ ভাবে তদন্ত করছিল। | 坦白说,这不被预期发生在高学历与明智的人身上。 |
9 | আগস্টের ছয় তারিখে এই এএসআই-এর উপর আইনজীবী হামলার সুয়োমোটো মামলার শুনানি শেষে কয়েকজন আইনজীবী লাহোর হাইকোর্টের বার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এম. | Jazba Blog报导了一起5名律师殴打分督察助理(ASI)的事件,这些助理据称对他们的客户进行调查。 |
10 | আর আওয়ানের নেতৃত্বে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপর চড়াও হয় ও তাদের মারধর করে। | 在8月6日有关ASI攻击的听证会后,由Lahore Bar Association副主席M. |
11 | ঠিক লাহোর হাইকোর্ট এর সামনে এই ঘটনা ঘটে। | R. |
12 | জিও টিভির নীচের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আইনজীবীরা পুলিশ ও সাংবাদিকদের আক্রমণ করছে: | Awan带领的一群律师,在拉合尔高等法院前攻击并粗暴地对待记者和摄影师。 |
13 | লাহোর নামা ব্লগে রানা তানভীর একই ধরনের ঘটনা জানাচ্ছে এক পোস্টে, যার শিরোনাম, নিয়ন্ত্রণ হীন আইনজীবী, নিয়মিত আইন ভঙ্গ হচ্ছে। গতবছর এপ্রিল মাসে আইনজীবীরা লাহোর হাইকোর্টের সামনে কেন্দ্রীয় মন্ত্রী ড: শের আফগান নিয়াজিকে প্রহার করে। | 下面的视频,由GEO TV发布在YouTube上,显示律师袭击警察和记者。 |
14 | লাহোর হাইকোর্ট বার এসোসিয়েশনের বেয়ারা, আইনজীবী ও প্রচার মাধ্যমকে বলে যে তারা নিয়াজিকে আটক করেছে এবং প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন ও তাদের আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেবার কারণে তাকে একটা শিক্ষা দেওয়া হবে।[ …] | Lahore Nama的Rana Tanveer则回报了一起类似的事件,文章标题为「律师肆无忌惮,打破常规」: |
15 | কয়েকদিন আগে এক ট্রাফিক পুলিশের প্রধানকে একদল আইনজীবী মারধর করে। | 去年4月,律师在LHC前殴打了前联邦部长Dr. |
16 | এক আইনজীবী এক মল বা বড় দোকানের সামনে আইন ভঙ্গ করে মোটর সাইকেল রেখেছিল। | Sher Afgan Niazi。 |
17 | এই কারণে ট্রাফিক পুলিশ তাকে থামতে বলে, তারই কারণে এই কাণ্ড। | LHCBA办公室声称律师和媒体困住Niazi,并教训了他支持前总统Pervez Musharraf与反对他们行动的发言。[ …] |
18 | ডেডপ্যান থটস- এর ফয়সাল কাপাডিয়া এই ঘটনার সমালোচনা করেছেন “আইনজীবিরা উন্মাদ হয়ে গেছে” শিরোনামে এক পোস্টে। | 几天前,一名交通督导员因阻止一名在The Mall地区违规交通的律师,而被一群律师殴打。 |
19 | এখন মনে হচ্ছে যে আইনজীবীদের আন্দোলন আত্মহত্যা করতে যাচ্ছে তাদের নিজেদের ছুরি মানে আচরণের দ্বারা। যেখানে আইনজীবীরা আইনের কার্যকারিতা নিশ্চিত করবে সেখানে তারা পুলিশ ও সাংবাদিকদের মারধর করছে। | Deadpan thoughts的Faisal Kapadia将此事件的评论,写在题为「律师发狂」的文章里: |
20 | এখন তারা নিজেদের কি ভাবছে? | 看来,律师运动现在已经自缢于自己的剑。 |
21 | এক ধরনের টার্মিনেটর বা (যে তার নিয়মে না চললে সবকিছু ধ্বংস করে ফেলে) রাস্তায় ভ্রমণ করা ন্যায়বিচারের প্রহরী? তাদের নিজেদের দৃষ্টিতে তারা কি ন্যায় বিচারকারী? | 律师应该保证法律有效却殴打警察和记者,他们似乎在自己目光偏狭的幻想下,认为自己是某种形式的街头正义,这个机构不会有希望。 |
22 | এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন আশা নেই। পাকিস্তান ফার্স্ট-এর মাহির শেখ এর দ্রুত বিচার দাবি করেছেন, তিনি দাবী করছেন যে, “লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে”: | Pakistan First的Mahir Sheikh Nisa要求立即采取行动:「巴基斯坦拉合尔高等法院首席法官应该辞职」: |
23 | সাধারণ মানুষ বিচার ব্যবস্থা উপর থেকে তাদের পুরো আস্থা হারিয়ে ফেলার আগেই, পাকিস্তানের জনগণ এবং আইনজীবীদের জেগে উঠতে হবে, আদালতের মাঝে এই ধরনের বাজে কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। | 巴基斯坦人民和律师,必须在一般民众对法律制度丧失信心前,从这些司法制度的不良行为中清醒。 |
24 | বিচার বিভাগ তার নিরপেক্ষতা বজায় রাখার বদলে জনপ্রিয় জনমত ও রাজনৈতিক অবস্থানে এক বিপজ্জনক বিকল্প ইগো তৈরি করছে। | 司法机构岌岌可危,因其为了民意和政治改变立场,而不是保持其公正性。 |
25 | আদনান ফারুকি বিষয়টিকে এক দৃষ্টিভঙ্গিতে রেখেছেন এই দাবী করে যে, প্রচার মাধ্যম সেই সমস্ত পুলিশদের ডাকে নি যারা তাদের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছে। | Adnan Farooqui提出不同的角度,声称为什么媒体不要求这些在律师运动中粗鲁对待首席法官的警察被免职。 |
26 | এই সমস্ত পুলিশ প্রধান বিচারপতি নিয়ে আন্দোলন চলছিল সে সময় আন্দোলনকারীদের সাথে দুর্ব্যবহার করেছে। | 他提出一些问题作为结论: |
27 | তিনি উপসংহার টানেন কিছু প্রশ্ন দিয়ে: | 同一群人现在回来败坏律师的大众形象? |
28 | কয়েকজন লোক, তারা কি দেশের সামনে আইনজীবীদের জনপ্রিয় ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করতে চাচ্ছে? | 还是,这些律师现在真的觉得自己凌驾于法律之上? |
29 | নাকি আইনজীবীরা এখন নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে? | 校对:Soup |