Sentence alignment for gv-ben-20081007-1276.xml (html) - gv-zhs-20081014-1412.xml (html)

#benzhs
1ব্রাজিল: বন উজাড় এবং নির্বাচন কি মিলিয়ে ফেলা হচ্ছে ? প্যারা-ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা।巴西:森林砍伐与选举挂勾?
2ব্রাজিলিয়ান ন্যাশনাল ইনিষ্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বিগত ক'মাসে বনউজাড় কার্যক্রম বেড়েছে ব্যাপকহারে শীর্ষক খবরটি প্রকাশ করেছে, বিশেষ করে সেদেশের প্যারা এবং মাতো গ্রোসো প্রদেশ দুটোয়।
3কিছু প্রদেশে এই হার গত বছর আগষ্ট মাসের থেকে তিনগুণ বেশী।2007年巴西帕拉州,照片由本文作者拍摄
4পরিবেশ মন্ত্রী, কার্লোস মিনক নির্বাচনের সময় বলেই হয়ত বিষয়টি সামনে এনেছেন। তার মতে, “কোন মেয়র এমন একটা সময়ে অসহযোগী হতে পারেনা।“巴西国家太空研究所”(INPE)指出,过去几个月国内森林砍伐面积大增,尤其是帕拉州与马托格罗索州两地,有些地区的开垦规模甚至是2007年8月的三倍。
5কোন গভর্নরও অসহযোগী হতে পারেনা। আইবিএমএ (ব্রাজিলিয়ান ইনিষ্টিটিউট অব এনভায়রনমেন্ট এবং রিনিউএবল নেচারেল রিসোর্স) এর কর্মচারীরা তাদের কাজ করে, কিন্তু তাদের স্থানীয় পুলিশের সহযোগীতা প্রয়োজন।环境部长明克(Carlos Minc)认为这都是选举将近所致:“各地市长与州长都不希望在此时惹麻烦,‘巴西环境与可再生天然资源研究所'(IBAMA)有其任务,但他们还需要地方警力的支持”。
6বনউজাড় করার সাথে জড়িত ১০টি এজেন্টদের লিস্টও মিনক প্রকাশ করেছেন, যাতে আবাসনের জন্য সরকারী প্রতিষ্ঠান এবং কৃষিজ ভূমির পূর্ণবিন্যাস (আইএনসিআরএ) আমাজনে বন উজাড়ের বড় কারন হিসাবে চিহ্ণিত করা হয়েছে।
7ব্রাজিলিয়ান ব্লগাররা এই বিষয়ের প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু গ্রীনপীস এর মতে বিগত অনেক মাস ধরেই তারা বন উজাড়ের ক্রমবর্ধমান হার সম্পর্কে নির্দেশনা দিয়ে আসছে।, যে কারনে আইএনপিইর তথ্য তাদের কাছে কোন আশ্চর্যজনক কিছু নয়।
8আমাজন গ্রীনপীস ক্যাম্পেইনের পরিচালক পাউলো এডারিও বলেন,明克也拿出砍伐森林百大单位,其中政府的殖民与农业改革署(INCRA)对亚马逊地区影响最钜。
9“ অপ্রত্যাশিতভাবে, এটার মধ্যে কোন নতুনত্ব নেই। গ্রীনপিস আমাজনের বনউজাড় বিষয়টি এভাবেই তুলে ধরছে মাসের পর মাস ধরে, যা এই সোমবার পুনরায় আইএনপিই এর তথ্যে উল্লেখ করা হয়েছে।”巴西部落客对此消息反应缓慢,不过“绿色和平组织”[葡萄牙文]指出,该组织过去几个月早已提到相同消息,所以对INPE的资料并不意外,绿色和平组织亚马逊运动负责人Paulo Adario表示:
10তাছাড়া, তালিকার শুরুতে আইএনসিআরএ সম্বন্ধে গ্রীনপিস আইএনসিআরএ এর কর্মচারীরা যে আমাজনের কিছু অংশে ক্ষুদ্র কৃষক ও বেআইনী কাঠুরীদের ‘মিথ্যে' ভূমি সংস্কার জরিপ তৈরীতে ‘অংশীদার' করে নিচ্ছিল ভূমি সংস্কার এবং সামাজিক ন্যায়ের আলোকে বেআইনী কাঠনিধন কর্মকান্ড ঠেকাতে, তার বিরুদ্ধাচারণ করে পেপার ল্যান্ড রিফর্ম সেটেলমেন্ট নামে একটি খবর প্রকাশ করেছিল।
11ব্যবস্থাটুকু আইএনসিআরএ কে তাদের ভূমি সংস্কার লক্ষ্য পূরণে, তাদের স্থানীয় সংস্থাকে আর্থিক সুবিধা অর্জনে এবং এখনও অসংখ্য আমাজন মিউনিসিপ্যালিটির মূল অর্থনৈতিক কর্মকান্ড: বেআইনী কাঠনিধন এর উপায় বাতলে দিতে সাহায্য করে।
12সানটারিম, প্যারা অঞ্চলের একজন ব্লগার ক্যানডিডো কুনহা সাম্প্রতিক সংবাদের পেছনের কিছু রাজনৈতিক সুবিধার কথা ব্যক্ত করতে বেশ তৎপর ছিলেন।可惜这件消息了无新意,绿色和平组织早已指出亚马逊开恳情况恶化现象,现在INPE终于证实这项说法。
13তার মতে, মন্ত্রী কার্লস মিনক এবং প্যারার গভর্নর আনা জুলিয়া, যিনি কিনা বনউজাড় তালিকায় প্যারাকে সর্বোপরে দেখে খুশি ছিলেন না, এদের মধ্যে দ্বিমত রয়েছে। ক্যানডিডো বলছেন যে জুলিয়া মেরিনা সিলভার দায়িত্বভারের সময়ে (সে মিনক এর উত্তরসূরী) প্যারাকে অসম্মানজনক বনউজাড় বিষয়ক বদনাম হতে মুক্ত রাখতে পেরেছিল।除此之外,对于INCRA在砍伐森林单位名单居冠,绿色和平组织已发表“土地改革屯垦报告”[葡萄牙文],抨击INCRA部分职员与小农与非法伐木工“结盟”,设立假的土地改革屯垦区,用土地改革与社会正义遮盖非法伐木之实,让INCRA既达到土地改革目标、让地方职员荷包满满,也让非法伐木成为亚马逊诸多地区主要经济活动。
14তবে তার লক্ষ্য ছিল মাতো গ্রেসো এর গভর্ণর ব্লাইরো ম্যাগীকে আঘাত করা, একই সাথে সে ‘বনউজাড়কারীদের, বিশেষ করে যারা খনি ও কাঠ সংগ্রহ প্রকল্পের সাথে কাজ করে তাদের ‘অংশীদার' হতে নিজেকে ব্যাস্ত রেখেছিল। প্যারার পিটি দলের কাঠ ও খনি শিল্পের উদ্যোক্তাদের সাথে আশংকাজনক খাতিরকেই ধরা হয় আমাজন জঙ্গলের আগুন ও বনউজাড় এর পেছনে চালিকা শক্তি হিসাবে।帕拉州Santarém地区部落客Candido Cunha[葡萄牙文]指出这些消息背后的政治利益,认为环境部长明克与帕拉州州长胡利亚(Ana Julia)意见不合,胡利亚不满帕拉州列名森林砍伐最严重地区,Candido Cunha还提到,在前环境部长席瓦(Marina Silva)任内,主要批评马托格罗索州州长马吉(Blairo Maggi),让胡利亚和帕拉州远离外界关注,继续与大型采矿与伐木公司共谋。
15যদি তাই ই সত্যি হয়, তাহলে বিরোধীদের জন্য কোন সহানুভূতি নেই! তারা সকলেই পিটি ( ওয়ার্কাস পার্টী) এর রাজনীতিবীদ এবং এটি দলের অভ্যন্তরীণ বিভেদের নির্দেশক।当帕拉省的劳工党与伐木业及矿业结合,便形成焚垦亚马逊丛林的最佳组合,若情况真是如此,就根本没有抗拒的机会了!
16ক্যানডিডোস এর মতে স্থানীয় রাজনীতি এবং বনউজাড় হার এর মধ্যে সম্পর্ক প্রকাশে মিনকের পন্থা হলো আইবিএএমএ এর ফিস্কালাইজেশন অগ্রযাত্রাকে সহায়তা প্রদানে ফেডারেল মিলিটারী ফোর্স গঠনের পরিকল্পনা করা।
17প্যারা-ব্রাজিল, ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা মারসিও প্যারেইরা গোমেজ এর ব্লগে, আমরা একজন নৃতত্ত্ববিজ্ঞানীর মতামত দেখব যে কিনা উপজাতীয় রিজার্ভের নিকটস্থ , বিশেষ করে মাতো গ্রাসোর ভূমি সংস্কার জনিত হুমকির স্বাক্ষী।涉入者全都是劳工党的政治人物,也反映出该党内部分裂情况,部落客Candido Cunha认为,环境部长明克之所以揭发地方政治与森林砍伐的关系,是企图要争取支持成立联邦军队,以协助IBAMA的财政计划。
18এই নৃবিজ্ঞানী লুলার সময়ে ফুনাই, ব্রাজিলিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। “ধারানা করা হচ্ছে আগষ্টে ভয়াবহভাবে বনউজাড় বৃদ্ধি পেয়েছে।Mércio Pereira Gomes[葡萄牙文]是位人类学家,也是巴西全国原住民基金会(FUNAI)前主席,他注意到INCRA设立土地改革屯垦区后,对附近原住民保留区造成的威胁,尤其是马托格罗索州格外严重。
19মন্ত্রী কার্লস মিনক নির্বাচনকে এই জন্য দায়ী করেছেন। প্যারা মাতো গ্রোসো এলাকাটিকে বনউজাড় কর্মে বিজয়ী বলে মেনে নিচ্ছে।八月份砍伐森林情况似乎急剧恶化,环境部长归咎于选举,帕拉州的砍伐情况已比马托格罗索州还糟,帕拉州州长否认一切是选举所致,强调两者之间并无关系。
20প্যারার গভর্ণর অবশ্য নির্বাচনকে এই বৃদ্ধির কারন হিসাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন বিষয়দুটির মধ্যে কোন আন্তসম্পর্কই নেই।” তিনি সমর্থন করেন আনা জুলিয়ার যুক্তি যে নির্বাচন এবং বনউজাড়ের মধ্যে কোন সম্পর্ক নেই।Mércio Pereira Gomes似乎也同意选举与森林砍伐无关,并认为政府的森林保卫战早已落败,因为明克只想要吸引媒体目光,实际执行上却不够一致,觉得明克的部长位置可能坐不久,或许这位人类学家也是州长胡利亚的盟友?
21এবং আরও যুক্তি দেখাচ্ছেন যে মিনক এর পন্থা বেশ নাটকীয় (প্রাথমিক উদ্দেশ্য নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করা) এবং যথেষ্ট ভিত্তিমূলক না হওয়ার কারনে বনউজাড়ের বিরুদ্ধে যুদ্ধে যেতা সম্ভব হচ্ছে না।
22তিনি বিশ্বাস করেন না যে মিনক মন্ত্রনালয়ে টিকবে। তার কি আনা জুলিয়ার সাথে কোন আঁতাতের সম্ভাবনা আছে?根据Globo[葡萄牙文]针对亚马逊地区的网站,明克打算结合环保团体与公务部门,控告这百大砍伐森林单位。
23আমাজনে গ্লোবোস সাইটের মতে, কার্লস মিনক এর চিন্তা হচ্ছে ইউনিয়নের জেনারেল অ্যাডভোকেসী এবং জন মন্ত্রনালয়ের সাথে মিলে ব্রাজিলে বন উজাড়ের প্রধান ১০০টি কারনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ।
24“মিনকের মতে আইবিএমএ এর তথ্য গুরুতর অবস্থা নির্দেশ করেছে। জরীপ অনুযায়ী, জরীপ এলাকার সাথে সাথে আদিবাসী রিজার্ভ এবং পরিবশে সংরক্ষণ উদ্যানেও বনউজাড় হয়েছে।明克指出,IBAMA的资料显示情况很严重,从普查与屯垦区看来,原住民保留区与环境保育园区内亦有砍伐现象,明克表示:“所有列名单位都必须向法院说明详情,最重要的是改变态度、重建遭破坏区域。”
25মন্ত্রী বলেন, “কি ঘটেছে সে সম্পর্কে যা যা উল্লেখ করা হয়েছে (তালিকায়) তার সব গুলোর উত্তর দিতে হবে আদালতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচরণ পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধার করতে হবে।”Adriana与Henrique夫妇所经营的部落格[1][葡萄牙文,意为“思考”]中,也确实让我们思考谁会出面控告这百大单位,尤其INCRA还是个联邦政府机关。
26সর্বশেষে আদ্রিয়ানা এবং হেনরিক এর ব্লগ পেন্স, আমাদের সুনির্দিষ্ট ভাবে ভাবতে বাধ্য করে তাদের বিষয়ে যারা আইনী ব্যবস্থা গ্রহণ করবে বন উজাড়ের প্রধান ১০০টি এজেন্টের বিরুদ্ধে, বিশেষ করে আইএনসিআরএ, যে কিনা নিজেই একটি ফেডারেল সরকারী সংস্থা।
27“মন্ত্রী কাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহ করবে?部长打算控告何人?
28আইএনসিআরএ?INCRA?
29আবাসনপ্রাপ্ত পরিবার [ভূমিতে]?”在屯垦区居住的民众?
30নাটকীয় হোক আর নাই হোক, মূল ঘটনা হচ্ছে বন উজাড়ের হার বাড়তির দিকে এবং তা এই কাজের সুবিধা ভোগীদের জাল এর প্যাঁচ খোলার মতই মারাত্মক অবস্থায় আছে যা একত্রিত হয়েছে আমাজনের বন উজাড়ের ঐরূপ উচ্চ হার বজায় রাখতে, কার্লোস মিনক এই পদ্ধতি ব্যবহার করছে সমস্যা ঠেকাতে।
31বনউজাড়ের বিরুদ্ধে যুদ্ধে পরিকল্পিত অস্ত্র হলো বনউজাড় বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষন এবং বনউজাড়ের প্রধান এজেন্টদের তালিকা করে, সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ।无论明克的做法是否哗众取宠,森林砍伐现象确实日益恶化,要断绝亚马逊相关利益网络也确实困难,明克运用各种策略企图解决问题,包括吸引外界注意森林砍伐问题、列出罪魁祸首、采取法律行动等。
32যাই হোক, সম্প্রতি তিনি নিজে গণমাধ্যমে বলেছেন, বেআইনী কাঠ কর্তন বন্ধ করলেই এই সমস্যার সমাধান হবেনা, কারন “বেআইনী কাঠকলগুলোকে যত সহজে বন্ধ করতে পারবে তত সহজে স্থায়ী চাকুরী সৃষ্টি করতে পারবেনা।”但正如明克最近在媒体上表示,光是终止非法伐木并未解决问题,因为“创造稳定工作的速度未赶上取缔步伐”,明克与帕拉州州长之所以发生冲突,或许是因为两人立场各异,明克的职责必须遏止非法伐木活动,而州长(及未来各地方首长)则得想办法创造长期就业机会。
33সম্ভবত প্যারার গভর্ণর এবং তার মধ্যে মতভেদের কারন হলো তার দায়িত্ব বেআইনী বনউজাড় সম্পর্কিত কর্মকান্ড বন্ধ করা ও দোষারোপ করা, একই সাথে তার (এবং নির্বাচিত হবার অপেক্ষায় থাকা সকল মেয়রের) দায়িত্ব সেইসব স্থায়ী চাকুরী সৃষ্টি করা।
34বিমান থেকে নেয়া ছবি, মাতো গ্রেসোর উত্তরে, ব্রাজিল ২০০৭, ছবি তুলেছেন দেবোরাহ ইকামিয়াবা2007年从飞机上俯瞰马托格罗索州北部,照片由本文作者拍摄