# | ben | zhs |
---|
1 | ভিডিও হাব: পৃথিবী ব্যাপি মহিলা অ্যাক্টিভিস্টদের (প্রতিবাদী) অধিকার রক্ষা করে চলেছে | HUB影片:捍卫世界女性权利行动者 |
2 | ‘উইটনেস' এর দ্যা হাব বেটা ‘মহিলাদের জন্য মানবাধিকার, সবার জন্য মানবাধিকার‘ শীর্ষক অনুষ্ঠানের ৩টি ভিডিও দেখিয়েছে যেখানে অন্যান্য মহিলাদের অধিকার রক্ষায় নিবেদিত ৩জন বলিষ্ঠ মহিলা বলছেন মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন সম্পর্কে। | WITNESS的The HUB Beta版为我们带来在“Human Rights for Women; Human Rights for All”活动中所录制的三段影片,由三位保卫其他女性权利的坚强女性,谈到国际女性人权捍卫者活动(International Campaign on Women Human Rights Defenders)。 |
3 | ক্যাম্পেইনের ওয়েবসাইট থেকে: | 该活动网站: |
4 | মহিলা মানবাধিকার রক্ষায় সচেষ্ট কর্মীদের আন্তর্জাতিক ক্যাম্পেইন মহিলা অধিকার রক্ষার একটা আন্তর্জাতিক প্রচেষ্টা সেই সব মহিলা কর্মীদের স্বীকৃতি আর রক্ষার যারা সবার জন্যে মানবাধিকার রক্ষার জন্য চেষ্টা করেন। | |
5 | এই ক্যাম্পেইনে বলা হয়েছে যে যে সব মহিলা বিশেষ করে মহিলাদের অধিকার রক্ষার জন্য কাজ করে তারা নিজেদের লিঙ্গের জন্য অনেক সময় নির্যাতনের শিকার হন। | 国际女性人权捍卫者活动是一个国际主张行动,目的是表扬和保护那些提倡实现人人享有人权的女性行动者。 |
6 | এ ছাড়া এখানে যারা মহিলাদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে তাদের পরিস্থিতি বিশেষ করে যারা সমকামী, বাইসেক্সুয়াল, উভলিঙ্গদের নিয়ে কাজ করে তারা যে সব নির্যাতনের সম্মুখীন হন তা তুলে ধরেছে। | 该运动宣称争取人权和特别 关注女性权利的妇女,在其工作过程中,因为他们的性别而受到特别的侵犯。 |
7 | এইসব কর্মীদের পরিচয় আর তারা যে ধরনের অধিকার তুলে ধরতে চায় দুটো মিলে তাদেরকে এই ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। | 此外,这项运动聚焦于捍卫女性权利的行动者,并特别呼吁关切女同性恋,男同性恋, 双性恋,变性人及其他涉及性别与性向权利运动者受侵犯的经验。 |
8 | বর্তমানে হাব এ ৩টি ভিডিও আছে, আর তা সম্পাদকের সেরা হিসেবে বাছা হয়েছে: | 这些行动者的身分以及他们努力维护的权利本质,是活动焦点的两个重要因素。 |
9 | ১) শ্রীলংকার ইনফর্ম সংগঠনের এর সুনিলা আবেয়েসেকেরা এই ক্যাম্পেইন আর কি করে লিঙ্গ বিষয়ক জিনিষ মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য বাস্তবায়ন করা প্রয়োজন তা তুলে ধরেছেন। ২) এ ডাব্লিউ আই ডি সংগঠনের লিডিয়া আলপিজার বলেছেন লিঙ্গ সমতার ব্যাপারে অযৌন সব বিষয় গুরুত্বপূর্ণ যেমন অর্থায়ন বলে তিনি মনে করেন: ‘মূলধন ছাড়া কষ্টার্জিত রাজনৈতিক ইচ্ছা মহিলাদের অধিকার তুলে ধরার কোন সম্ভাবনা নেই' | 目前在The HUB上面有3支影片,而且被选定为编者推荐:Sunila Abeyesekera of INFORM in Sri Lanka谈及此活动以及人权工作中性别特定策略是必要的,Lydia Alpizar from AWID谈到为什么她所谈的不性感课题,如筹资,对两性平等议题是重要的:“没有财力资源,就不能履行来之不易的政治承诺,以维护女性人权”,以及Aisha Shaheed from the Global Campaign to Stop Killing and Stoning,解释为何根据传统或宗教对妇女不利的罪名应要被终止。 |
10 | ৩) আর গ্লোবাল ক্যাম্পেন টু স্টোপ কিলিং এন্ড স্টোনিং এর আয়েশা শাহিদ ব্যাখ্যা করেছেন কেন ঐতিহ্য বা ধর্মের উপর ভিত্তি করে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হওয়া উচিত। | |
11 | নিন্মে উক্ত তিন মহিলার ভিডিও দেয়া হল যা ভায়োলেটা ক্রাসনিক আপলোড করেছেন। | 以下,由Violeta Krasnic上传的3支影片,可以看到努力维护其他女性权利的坚强女性。 |
12 | তাহলে হাব কি? | 所以HUB是什么? |
13 | এটা একটা ওয়েবসাইট যেখানে মানবাধিকার সংক্রান্ত ভিডিও যে কেউ দিতে পারেন, যাতে এই বিষয়ে উৎসাহীরা এটা দেখতে পারে, অন্যান্য নিয়মিত ভিডিও আপলোডিং থেকে কষ্ট করে খোঁজার চেষ্টা না করে। | 它是一个网站,任何人都可以张贴跟人权有关的影片,让更多有兴趣的人可以观看,代替一般的视频上传网站,而不用再去搜寻想要的内容。 |
14 | এটা মানবাধিকার বিষয়ক জিনিষ সরাসরি পাবার একটা উপায় যাদের দরকার তাদের জন্য। | 把人权议题直接呈现给那些有兴趣的人看。 |
15 | পরেরটি হচ্ছে একটা ৬০ উন্নয়ন মূলক ভিডিও যেটা বোঝাচ্ছে হাব কি করে আর কি করে এতে অংশ গ্রহণ করা যায়। | 接下来是一支60秒的宣传短片,解释HUB做什么,以及如何参与其中。 |