Sentence alignment for gv-ben-20090910-6038.xml (html) - gv-zhs-20090911-3704.xml (html)

#benzhs
1পাকিস্তান: রিয়েলিটি শোতে মৃত্যু巴基斯坦:实境节目死亡事件
2পাকিস্তানী এক রিয়েলিটি শো অনুষ্ঠানে (এক ধরনের টিভি অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ কারীদের অদ্ভুত ও কঠিন সব কাজ করতে হয়) একজনের মৃত্যু পাকিস্তানের ব্লগস্ফিয়ারে এক তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
3এই অনুষ্ঠানে সাদ খান নামের এক অংশগ্রহণকারী এক ঝুঁকি পূর্ণ খেলায় অংশ নিয়েছিল যার শুটিং ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। সাঁতার কেটে এক হ্রদ পার হওয়া ছিল এই খেলার অংশ এবং সাঁতার কাটার সময় কাঁধে ৭ কিলোগ্রাম ওজন ব্যক্তিটিকে বহন করতে হচ্ছিল।巴基斯坦一位实境节目参赛者身亡,成为巴国博客圈热烈讨论的话题,Saad Khan当时在曼谷参与冒险活动,其中必须背着七公斤重物泳渡一座湖,据目击者指称,他当时似乎出现困难并高呼求救,之后才没入水中。
4প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে, এই ওজন নিয়ে সাঁতার কাটতে খানের অসুবিধা হচ্ছিল এবং পানিতে ডুবে যাবার আগে সে সাহায্যের জন্য চিৎকার করছিল। খানের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী টুইটারে প্রথম এই সংবাদ জানান, যা ক্রমশ: অনেক সোশাল নেটওয়ার্কে প্রতিক্রিয়ার ঢেউ সৃষ্টি করে।这件死讯最先出现在Twitter,发讯者是死者的好友与前同事,此事立刻引发许多社会网络的反应,死者的朋友Farrukh呼吁博客团结一心,要求制作单位说明这起死亡事件,他在一则Twitter讯息中指出:
5খানের বন্ধু ফারুক তার এই টুইটার বার্তায় সকল ব্লগারদের এক হতে বলেন, যে দুর্ঘটনায় এই তরুণ ব্যক্তির প্রাণ চলে গেল, তার ব্যাখ্যা দিতে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান যেন বাধ্য হয়।
6@ফারুক আহমেদ: সকল ব্লগারদের প্রতি: ইউনিলিভার নামক প্রতিষ্ঠান আয়োজিত এক বিপজ্জনক ক্রীড়া অনুষ্ঠান যা আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুর জীবন কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। এই অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা/ ভিডিও দৃশ্য সরবরাহ করতে ইউনিলিভার অস্বীকার করেছে।@Farrukh ahmed:致所有博客,需要各位帮忙,发声抗议Unilever所制作的可怕游戏节目,夺走一位好友的生命,该公司拒绝揭露事件细节或拍摄片段。
7পরবর্তীতে ফারুকের ব্লগ এই ঘটনার পুরোটাই উন্মোচন করেছে:之后Farrukh的博客中为事件内情揭密:
8আমার নিজস্ব অবস্থান থেকে বলতে পারি, বহুজাতিক এক কোম্পানী যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিল, তারা সাদের মৃত্যুকে এক রহস্যের ঘেরাটোপে বন্দি করে রাখতে চায়।
9পরিহাস করে বলা যায়, এই ঘটনাটি আন্তর্জাতিক ব্লগ ও সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার যথেষ্ট কারণ রয়েছে, (…) এই পোস্টের মাধ্যমে, আমি এ বিষয়ে সরাসরি কিছু তথ্য প্রদান করতে চাই এবং জনতার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, এই কারণে যে সাদের মৃত্যুর ঘটনার বিস্তারিত বিবরণ জানার পর এইসব বিষয় অবশ্যই আপনাদের মনে আসতে পারে।
10এই ঘটনাটি সঠিক ভাবে না উপস্থাপন করার জন্য, পাকস্যাটায়ার পাকিস্তানী মূল ধারার প্রচার মাধ্যমের কৌতুককর সমালোচনা করেছে। এখানে বার্তাটি ছিল এ রকম যে, মূল ধারার সংবাদপত্রগুলো কর্পোরেট বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচণ্ড এক অবৈধ চাপের মুখে ছিল।除了我个人记录,Saad之死逐渐成为跨国公司宣传此节目时的一大秘密,讽刺的是,正是因为这家公司不断保密隐藏,才成为 国际部 落格圈及社会网络的一大话题[…]我希望藉着这篇文章,除了陈述事实,也提出部分问题,相信各位听闻这起死亡事件经过时,心中也和我一样出现这些疑 问。
11বিদ্রূপাত্মক ব্যাঙ্গচিত্র- খানের মৃত্যুর বিষয়ে পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশ না করায়, সমালোচনা করে এগুলো তৈরি করা হয়েছে।Paksatire则张贴讽刺连环漫画,批评主流媒体未公平报导此事,其中突显主流媒体据信受到制作公司的压力。
12ইতিমধ্যে অবশ্য মূল ধারার প্রচার মাধ্যমগুলোতে সাদের মৃত্যুর খবর ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ডন পত্রিকা এই মৃত্যুর খবর প্রকাশ করেছে এবং তার সাথে ইউনিলিভারের এক ব্যাখ্যা জুড়ে দিয়েছে।讽刺性连环漫画,批评媒体报导Saad Khan死讯不足
13ইউনিলিভার সাদের এই মৃত্যুর কোন দায়দায়িত্ব নিচ্ছে না। অল থিংকস পাকিস্তান সাবিন মাহমুদ এই সমস্ত অতিকায় কর্পোরেট প্রতিষ্ঠানে তার কাজ করার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের জানাচ্ছেন।这则消息后来才慢慢出现在主流媒体上,Dawn提到这起事件及制作公司Unilever的声明,其中制作公司否认有任何致死责任,All things Pakistan Sabeen Mehmud博客的客座文章分享个人与这家大公司共事的经验:
14সেখানে অনেক ভালো মানুষ রয়েছে এবং সেখানকার সকল বিভাগের কাজকর্ম দেখার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে ভেতরের সব কাজ(…)। কর্পোরেট বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হচ্ছে এমন এক যন্ত্র, যার কোন আত্মা নেই।公司里充斥着共患难的精神,我们有机会以内部人员身分参观各部问,[…]这是间没有灵魂的机器公司,只追求如何获利,愿景、道德方针与企业社会责任只是法律具文,对公司营运没有任何实质意义。
15তার একমাত্র লক্ষ্য কেবল মুনাফা অর্জন, দৃশ্যমান তার বক্তব্য, নৈতিক নীতি মালা এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের জন্য যে সমস্ত কর্ম সূচি হাতে নেওয়া হয়, তা কোম্পানীর প্রায় এক বৈধতা অর্জনের প্রচেষ্টা, যার সাথে এইসব কোম্পানীর ব্যবসায়ীক বাস্তবতার কোন মিল নেই।
16এরপর সাবিন দায়িত্বের ব্যাপারটি ব্যাখ্যা করেন এবং এই বিষয়ে সবার সামনে বিস্তারিত তথ্য প্রকাশ করার দাবি জানান।该博客进一步说明责任问题,要求公开事实真相:
17এই বিষয়ে ভদ্রমহিলা বলেন, এই ব্যাপারে আমি একমত, যে অনুষ্ঠানে সাদ খানের মৃত্যু হয়েছে তা সম্পূর্ণ এক নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছিল এবং এই মৃত্যু এড়ানো যেত। এখানে পুরো ব্যাপারটায় আমি অবহেলার এক গন্ধ পাচ্ছি।我认为夺走Saad Khan生命的这个节目充满秘密,这场悲剧本不该发生,听起来完全是疏忽致死。
18টিথ মায়েস্ত্রো ব্লগের ড: আওয়াব আলভি এই দুর্ঘটনার উপর ধারাবাহিক কয়েকটি লেখা পোস্ট করেছেন, সংগঠকদের তরফ থেকে ধারণাতীত অবহেলার বিষয়ে তিনি লিখেছেন। তার এক সাম্প্রতিক পোস্টে তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করেছেন।Dr. Awab Alvi在Teeth maestro博客亦撰写有关此事的系列文章,怀疑事件起因是制作单位疏忽,在其中一篇文章中,他张贴访问另一位节目参赛者的内容,该名参赛者宣称意外本可避免,正是制作公司忽视状况导致命案。
19উক্ত ব্যক্তি দাবী করেছে যে, এই দুর্ঘটনা এড়ানো যেত এবং সংগঠকদের অবহেলাই এই দুর্ঘটনার কারণ।Max Robinson比较全球各地的实境节目,强调电视台高层有责任告知参赛者个别活动旳风险。
20ম্যাক্স রবিনসন সারা বিশ্বের সকল রিয়েলিটি টিভি শো বা বাস্তবে জটিল সব খেলায় অংশগ্রহণ করা টিভি অনুষ্ঠানের একটা তুলনা করেছেন।这起死亡事件相关内容至今仍是一团谜雾,除非公布录影记录,否则各种揣测不会停止,笔者在个人博客中也担心巴基斯坦常播出的其他实境节目安全性:
21তিনি গুরুত্ব প্রদান করেন, টিভির এই অনুষ্ঠানের প্রযোজককে এর দায়ভার নিতে হবে, কারণ বিশেষ ঝুঁকিপূর্ণ দৃশ্যে যে সমস্ত বিপদ রয়েছে সে সম্বন্ধে অংশগ্রহণকারীদের তারই তথ্য প্রদান করার কথা।
22খানের মৃত্যুদৃশ্যকে ঘিরে এক রহস্য তৈরি হয়েছে। যখন নানা ধরনের অনুমান তৈরি হচ্ছে তখন কোন প্রমাণ ছাড়া এ বিষয়ে কোন সুনির্দিষ্ট কোন কিছু বলা যাচ্ছে না।此事让我们发觉,巴基斯坦国内多项实境节目从未考量安全措施,[…]现在问题在于这种娱乐节目的社会价值,当他们毫不在意安全,我们是否该为了娱乐及商业,继续允许他们播出?
23আমার নিজস্ব ব্লগে আমি বিভিন্ন রিয়েলিটি শো অনুষ্ঠানের ব্যাপারে চিন্তা ব্যক্ত করেছিলাম। পাকিস্তানে প্রায়শই এই ধরনের অনুষ্ঠান প্রচারিত হয়।校对:Soup
24এই দুর্ঘটনা পাকিস্তানের সকল অস্বাভাবিক রিয়েলিটি শো অনুষ্ঠানের একটি দিক উন্মোচন করে দিল, যেখানে নিরাপত্তার বিষয়টি কখনই বিবেচনা করা হয় না […]।
25এখন এই সমস্ত বিনোদন মূলক অনুষ্ঠানের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে- যারা নিরাপত্তার বিষয়ে মোটেও সচেতন নয়- এই সব অনুষ্ঠানকে কি আমরা বিনোদন আর বাণিজ্যের নামে প্রচারিত হতে দিতেই থাকব।