# | ben | zhs |
---|
1 | নেপালের দলিত নারী: আত্মমর্যাদার জন্য লড়াই করছে | 尼泊尔:贱民阶级争取尊严 |
2 | বর্ণপ্রথা অনেক লম্বা সময় ধরে নেপালী সমাজে চলে আসছে, যা সমাজের এক শ্রেণীর মানুষের প্রতি বৈষম্য সৃষ্টি করে। এই বিশেষ শ্রেণীর মানুষদের তথাকথিত “অস্পৃশ্য বা দলিত” বলে ডাকা হয়। | 尼泊尔种姓制度长期歧视社会特定民众,人们称此族群为「贱民」(Dalit),并待之如次等公民,宪法虽然保障人民平等,但实际上法律在社会鞭长莫及,贱民仍常受到非人待遇。 |
3 | তাদের নিজের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়। | |
4 | নেপালের সংবিধান দলিতদের সমানাধিকার নিশ্চিত করেছে, কিন্তু সংবিধানের অনেক নিয়ম ও আইনের ফাঁকে, এখানে এখনো দলিতের মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। | |
5 | দলিতদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ শিক্ষার সুযোগ না থাকা, তেমন কোন চাকুরি না পাওয়া এবং তাদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য নেপালের সমাজ কাঠামোয় রয়ে গেছে। | |
6 | যা দেশটির দলিতদের সমৃদ্ধি ও উন্নয়নের পথে বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলিত নারীদের ক্ষেত্রে বিষয়টি আরো বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে। | 教育机会受限、就业机会极少、社会歧视根深蒂固,都严重危及尼泊尔贱民阶级成长及发展,女性贱民的处境则更糟。 |
7 | এভারেস্ট আনসেন্সারড ব্লগের কিরন দলিত নারী ও তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। | Kiran在Everest Uncensored博客论及女性贱民与相关问题: |
8 | যখন আমরা দলিত নারীদের কথা বলি, তখন আমরা জানি যে তারা তথাকথিত উচ্চবর্ণের লোকদের হাতে অন্যদের চেয়ে তিন গুণ বেশি বৈষম্যের শিকার হয় (যা দলিত নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান সত্য), একই সাথে এই সমস্ত নারীরা হিন্দু পুরুষতন্ত্র ও দলিত পুরুষদের নিষ্পেষণের শিকার হয়। | |
9 | নেপালের শতকরা ৯০ ভাগ দলিত মহিলা দারিদ্র সীমার নিচে বাস করে এবং তাদের শতকরা ৮০ ভাগ অশিক্ষিত। এই সমস্ত মেয়েরা ভয়ানক স্বাস্থ্য বিষয়ক জটিলতা, নারী পাচার, এবং ঘরে নির্যাতনের ঝুঁকির মধ্যে থাকে এবং তারা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবে শোষণের শিকার হয়ে থাকে। | 女性贱民在社会上遭受三重歧视,第一是所谓较高种姓民众的迫害(贱民不分男女皆受害),第二是印度教男尊女卑体制迫害,第三是男性贱民迫害,国内九成女性贱民生活情况低于贫穷线,也面临种种问题,包括医疗、人口贩运、家暴等,无论在社会、政治或经济上皆处于弱势。 |
10 | নেপালের ৮০ শতাংশ দলিত নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাই তাদের উপর ঘটা নির্যাতনের ঘটনা অনেক বেশি। এ ছাড়াও অনেক সময় দলিত নারীরা তথাকথিত সমাজের উচ্চবর্ণের মানুষের উৎসাহমূলক বর্ণবাদী হামলার শিকার হয়ে থাকে। | 由于八成女性贱民皆为文盲,生活机会极为严苛,更常遭受到社会较高种姓者暴力攻击,Renu Kshetry在NewsBlaze网站提到,一名女性贱民在首都加德满都(Kathmandu)附近一间村落遭攻击: |
11 | নিউজব্লেজের রেনু ছেত্রী একজন দলিত নারীর কথা জানাচ্ছেন, যে রাজধানী কাঠমুন্ডুর কাছের এক গ্রামে এ ধরনের আক্রমণের শিকার হয়। | 最近女性贱民B. |
12 | সম্প্রতি বি. | K. |
13 | কে নামের এক দলিত নারী এক ঘৃণ্য অপরাধের শিকার হয়- তার উপর অত্যাচার করা হয় এবং তাকে জোর করে মানুষের মল খেতে বাধ্য করা হয়। যিনি এই বর্বরোচিত ঘটনার পেছনে ছিলেন, তিনিও এক শিক্ষিত নারী। | 成为恶意攻击下的受害者,她遭受虐待、殴打,还被强迫吃下人类排泄物,行凶者Bimala Lama理应是位受过教育的女子,她身为当地Gadi Bhanjyang小学校长,指控B. |
14 | তার নাম বিমলা লামা। | K. |
15 | তিনি স্থানীয় গাদি ভঞ্জং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। | 施行「巫术」。 |
16 | লামার অভিযোগ ছিল, বিকে ডাকিনীবিদ্যার চর্চা করত। এ বছরের শুরুতে এ ঘটনা ঘটে। | 然而这起今年稍早发生的事件并非例外个案,每年都有许多女性贱民受害,却鲜少拿回公道。 |
17 | তবে দুর্ভাগ্যজনক বিষয় এই যে এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতি বছর দলিত নারীরা এ ধরনের অত্যাচারের শিকার হয়ে থাকে এবং তাদের মধ্যে অল্প কয়েকজনই ন্যায়বিচার লাভ করে। | 不过也有些女性贱民正在努力,希望达成过往不可能的目标,加德满都Baneshwor地区一间寺庙中,目前有一位女性贱民担任神职人员。 |
18 | তবে অনেক দলিত নারী এমন কিছু অর্জন করেছে যা এর আগে অর্জন করা অসম্ভব ব্যাপার ছিল। কাঠমান্ডুর বানেশ্বর এলাকার এক মন্দিরের পুরোহিত এখন এক দলিত রমণী। | 这位43岁女性在Baneshwor地区的Chhakkubakku Bhagwati寺庙担任神职人员,当地非常热闹,周围满是商家与摊贩,她不仅是女性,也属于贱民阶级,位居尼泊尔严格社会阶层的底部,至今仍受社会放逐。 |
19 | চাক্কুবাক্কু ভগবতী মন্দিরের পুরোহিত ৪৩ বছরের এক দলিত নারী। রাজধানীর ব্যস্ততম বানেশ্বর এলাকায় এই মন্দির অবস্থিত। | 她育有四名子女,来自Sarki家族,原本是制鞋匠,但曾被迫以死牛尸体维生,虽然尼泊尔过去为印度教王国时禁止宰牛。 |
20 | এর চারপাশে ও সড়কের উপর অনেক দোকান রয়েছ। একজন নারী পুরোহিত হিসেবে পরিচিত হওয়া ছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি দলিত সম্প্রদায়ের একজন মানুষ। | 于2008年4月10日举行的制宪会议中,多位贱民候选人当选,其中也包括女性,贱民领袖希望提高政治参与后,能有助于终结社会歧视。 |
21 | দলিত, এমন এক সম্প্রদায় যারা অনড় রক্ষণশীল নেপালী সমাজ কাঠামোয় নিচের দিকে অবস্থান করে এবং এমনকি এখনো তাদের ছুঁয়ে ফেললে জাত চলে যাবে বলে বিবেচিত করা হয়। | 以下由NepalNews.com网站制作的尼泊尔语影片中,贱民领袖表达对新宪法的看法,建议如何才可永远终止社会歧视。 |
22 | চার সন্তানের মা এই পুরোহিত সার্কি গোত্র থেকে এসেছেন এবং যারা আসলে মুচির কাজ করে। যখন নেপাল সাংবিধানিকভাবে একটি হিন্দুরাজ্য ছিল, সে সময় তাদের জোর করে গরুর মৃতদেহের সাথে বাস করতে বাধ্য করা হত এবং সে সময় গরু বা গোহত্যা নিষিদ্ধ ছিল। . | 若想瞭解更多尼泊尔贱民相关资讯,请至Nepal Dalit Info网站,其中提供资讯文章、研究与最新消息,内容提供英文及尼泊尔文版本。 |
23 | ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে সময় বেশ কিছু দলিত প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়, যাদের মধ্যে কয়েকজন দলিত নারীও ছিল। | |
24 | দলিত নেতারা আশা করছে রাজনৈতিক অংশগ্রহণে দলিতদের সংখ্যা বাড়ার ফলে বিষয়টি নেপালী সমাজে যে বৈষম্য রয়েছে তা ঘোচাতে সাহায্য করবে। নেপালনিউজ. | 尼泊尔法律长期禁止歧视,但种姓制度却依然放逐特定族群,除非贱民能获得教育机会,否则这项制度永远都会加害他人。 |
25 | কম থেকে নেপালী ভাষার এক ভিডিও এখানে তুলে দেওয়া হয়েছে, যে ভিডিওতে এক দলিত নেতা আলোচনা করছে কি ভাবে দেশটির নতুন সংবিধানকে নতুন এক আকার দেওয়া যায়, যাতে বর্ণপ্রথা নামক বৈষম্যটিকে চিরতরে দুর করে দেওয়া যায়। | |
26 | নেপালের দলিতদের সম্বন্ধে আরো তথ্য জানতে চাইলে নেপাল দলিত ইনফো সাইটে প্রবেশ করতে পারেন, যেখানে তথ্যমূলক প্রবন্ধ, গবেষণা এবং নেপালের দলিতদের নিয়ে সম্প্রতি যে আন্দোলন চলছে সে সম্বন্ধে তথ্য রয়েছে। | |
27 | এই সকল তথ্য ইংরেজী ও নেপালী উভয় ভাষাতেই পাওয়া যাবে। | 校对:Soup |
28 | নেপালে কাগজে কলমে লম্বা সময় বৈষম্যের বিরুদ্ধে আইন প্রচলিত রয়েছে, কিন্তু বর্ণপ্রথা সমাজের একটি শ্রেণীকে সমাজ থেকে আলাদা করে রেখেছে। | |
29 | এটা স্পষ্ট যে যতদিন না নেপালের দলিত ব্যক্তি, বিশেষ করে দলিত রমণীরা শিক্ষা গ্রহণের সুযোগ না পাচ্ছে, ততদিন পর্যন্ত দলিতদের উপর আক্রমণ করার জন্য নতুন নতুন অজুহাত খোঁজা চলতেই থাকবে। | |