Sentence alignment for gv-ben-20120515-26580.xml (html) - gv-zhs-20120512-10939.xml (html)

#benzhs
1মার্টিনিক: “মানুষের মতো চিন্তা করুন”, শুধু ফ্রান্সে নয়马提尼克1:《读懂男人心》,独漏法国
2মিস ব্ল্যাক ফ্রান্স ২০১২ নির্বাচনকে ঘিরে বিতর্কের মাত্র কয়েক সপ্তাহ পর আরেকটি প্রশ্ন আফ্রিকীয় বংশোদ্ভুত ফরাসি জনগণ আলোচনা করছে: প্রেক্ষাগৃহ এবং নাট্যমঞ্চগুলোতে মার্কিন চলচ্চিত্র “থিন্ক লাইক এ ম্যান (মানুষের মতো চিন্তা করুন)“-এর মুক্তি বাতিল নিয়ে।就在所有争论都围绕着 2012 年法国黑美人大选(Miss Black France 2012)的几个礼拜后,非裔法国人开始讨论起另一个问题:美国电影《读懂男人心》(Think Like A Man)的电影院上映档次遭到撤销。
3মার্কিন চলচ্চিত্রটি কীভাবে ফরাসি সামাজিক বিতর্কের জায়গা করে নিয়েছে?为何一部美国电影会在法国舆论中占有一席之地?
4যতোই বিস্ময়কর হোক না কেন উত্তরটি চলচ্চিত্রটিতে অভিনয় করা সমস্ত কালো কুশীলবেই নিহিত।答案可能令人有些惊讶,事实上正是因为这部电影的演员皆为黑人。
5দেশের বহুজাতি ভিত্তিক জনসংখ্যার সকল উপাদান ন্যায্যভাবে প্রদর্শন না করার জন্যে প্রায়শঃই ফরাসি চলচ্চিত্রের প্রতি আঙ্গুল তোলা হয়।法国电影经常因为没有公平地反映出该国多元种族人口的组成,而遭到诟病。
6লে ইনটাচেবলস (অস্পৃশ্য) চলচ্চিত্রের জন্য ফরাসি আফ্রিকীয় অভিনেতা ওমর সাই ২০১২ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সিজার পুরস্কার অর্জন করেছেন।虽然最近的卖座电影《逆转人生》(Les Intouchables)让法籍非裔演员欧玛.
7সিনেমাটির সাম্প্রতিক সাফল্য আফ্রিকা এবং ক্যারিবীয় বংশোদ্ভুত ফরাসি নাগরিকদের মধ্যে বিশাল গর্ব এবং আশা্র সঞ্চার করলেও সেটা গভীর এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটি সন্ধিক্ষণ রূপে প্রতিভাত হতে পারেনি।希(Omar Sy)夺下 2012 年法国凯撒奖最佳男演员的殊荣,使得出身非洲和加勒比海地区的法籍人士倍感荣耀与充满希望,但这不足以造成深远且持续的改变,甚至连转折点都称不上。
8মানুষের মতো চিন্তা করুন সিনেমার পোস্টার《读懂男人心》的电影海报
9মার্টিনিকের ব্লগার বন্ডামাঞ্জাক এই কলঙ্কিত বিজয়ের পর খুবই নাক সিটকিয়েছেন।马提尼克的一名博客 Bondamanjak 在这场带有污点的荣耀后,挖苦地解释 [Fr] 欧玛.
10তিনি যেমন ব্যাখ্যা করেছেন [ফরাসী] যে ওমর সাইয়ের এই পুরস্কার মনোনয়নের সবকিছুই স্বাভাবিকভাবে হয়নি, বরং তা ঘটেছে থিয়েটার দর্শকদের বিশাল সংখ্যার কারণে।希得到提名授奖并非自然而然的,而是归因于电影院的超高观影人次。 所有法国人就像一个整体似的,都忘了欧玛.
11আর সমস্ত ফরাসি জনগণ শুধু একজন ওমর সাই'কেই সিজার মনোনয়নের জন্যে চূড়ান্ত তালিকাভুক্ত করতে ভুলে গিয়েছিল […] থিয়েটারে এর ১ কোটি ৯০ লক্ষ দর্শক হওয়ার পরই কেবল জনগণ ফরাসি সিনেমা শিল্পের ঘৃণার মনোভাবটি নিয়ে চিৎকার করতে শুরু করে এবং তারা তাদের ভুল স্বীকার করে।希并非一开始就列入凯撒奖的提名名单中 […]。 直到《逆转人生》在电影院的观影人次破 1900 万之后,人们才开始对法国电影业发出不平之鸣,并承认先前的错误。
12তবে নিশ্চিত থাকুন এই পুরস্কারটি চালিয়ে নেয়ার জন্যে মরুভূমির মধ্যে সুযোগসন্ধানী জলের একটি বিন্দু মাত্র।然而,这座奖仅是在荒芜沙漠中前行的一点机运、一滴甘露。
13সিনেমাতে বর্ণবাদী (জাতিগত) প্রোফাইলিং কীভাবে ব্যাখ্যা করা যাবে?如何解释电影中呈现的种族貌相(racial profiling)2?
14মার্টিনিকের ব্লগ বো কে জনগণ নিগ্রো সংবাদের ফেসবুক পৃষ্ঠায় “ফ্রান্স চলচ্চিত্রে দম্পতির দুজনকেই কৃষ্ণাঙ্গ দেখতে চায় না” শিরোনামে প্রকাশিত একটি নোট [ফরাসী] সম্পর্কে রিপোর্ট করেন।马提尼克的博客 “People Bo Kay” 转贴了一则黑人新闻(Negro News)的 Facebook 页面上公开的消息 [Fr],标题为“法国人不想要看到电影里都是黑人情侣”。
15ব্যাপক প্রচার পাওয়া এই বিশ্লেষণটি ফ্রান্সের সাম্প্রদায়িকতা এবং রাজনীতি সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যেগুলো থেকে হয়তো চলচ্চিত্রটি প্রত্যাখ্যানের ব্যাখ্যা পাওয়া যেতে পারে।这则分析虽然已经遭骇撤除,但它揭露了法国的社群主义3与政治思维,应该足以说明该电影为何被封杀。
16ফরাসি রাষ্ট্রের আর্থ-সামাজিক কৌশলটি কমিউনিটিগুলোকে মূল্যায়ন করার পরিবর্তে বরং নানা জাতির মধ্যে সম্পর্ককে বেশি সমর্থন করে।不可忽视的一点是,法国社会存在着一种社会政治策略,即颂扬大熔炉,而非支持各个社群的价值。
17“মানুষের মতো চিন্তা করুন” কমেডিতে মনোযোগ কৃষ্ণাঙ্গ দম্পতি উপর নিবদ্ধ।而在喜剧《读懂男人心》中,黑人情侣是一大焦点。
18এই নোট অনুসারে ফ্রান্সে আফ্রিকীয়-মার্কিন চলচ্চিত্রগুলোকে (তাদের লাভজনকতা সত্ত্বেও) আটকে দেয়ার অন্য ব্যাখ্যাটি হলো:根据这份消息,对于法国封杀非裔美国电影(而不考量其利润)的其他解释为: 黑人演员兼制作人泰勒.
19‘আমি কেন বিবাহিত' এবং ‘অশ্বেতাঙ্গ মেয়েদের জন্যে'-এর মতো চলচ্চিত্র দিয়ে মার্কিন বক্স-অফিসে বরাবর নেতৃত্ব দেয়া সত্ত্বেও কৃষ্ণাঙ্গ অভিনেতা এবং প্রযোজক টাইলার পেরি'র সিনেমাগুলো কখনো কোনো ফরাসি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি বা শুধুমাত্র ডিভিডিতে মুক্তি পায়।裴里(Tyler Perry)的电影从未在任何法国电影院上映,最多仅发行DVD,即便他已多次拿下美国票房冠军,像是《我为什么结婚》(Why did I get Married)、《有色女孩》(For Colored Girls)。
20আফ্রিকীয় অভিবাসীদের একটি ইতিবাচক বার্তা প্রদান করার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা কৃষ্ণাঙ্গ প্রযোজকদের সিনেমা প্রদর্শন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে ফরাসি সমাজ ভণ্ডের মতো আচরণ করে।虽然很多黑人制片的电影传达了正面讯息给各地非裔人民,因而赚进数百万元,法国社会仍惺惺作态地认为他们的电影不值得散播出去。
21একইভাবে, লা স্ক্যান্দালিউজের মহিলা ব্লগারদের সম্মিলনের মতো অন্যান্য ফরাসি আফ্রো-ক্যারিবীয় নেটনাগরিকরা কিছু কিছু বিখ্যাত ফরাসি চলচ্চিত্রের পত্রিকা এবং ওয়েবসাইট প্রকাশ্যে যেভাবে সিনেমাটির এবং এর চরিত্রাভিনেতাদের অবমূল্যায়ন করেছে, তার জন্যে নিন্দা জ্ঞাপন করে [ফরাসী]:循着同样的脉络,在非洲和加勒比海法属领地的网民们,例如网站“丑闻”(La Scandaleuse)上聚集的女性博客们,则谴责 [Fr] 某些知名的法国电影杂志和网站公开低估这部电影及其卡司阵容。
22কীভাবে আসলে কৃষ্ণাঙ্গপ্রধান একটি চলচ্চিত্র বক্স-অফিসের নেতৃত্ব দেয় সেটা প্রিমিয়ারে, এফআর (Première.fr) বুঝতে পারে না!网站“Première.fr” 无法理解,一部主要由黑人演员担纲的电影怎么可能夺得票房冠军!
23যেহেতু তারা কোন অভিনেতাদেরই চিনেন না, তাই তারা লিখতে সাহস করেন যে ‘এই কমেডির কাহিনীটি প্রচলিত এবং এতে কোন বিখ্যাত অভিনেতা (যাদের মধ্যে সর্বাধিক পরিচিত গায়ক ক্রিস ব্রাউন) নেই।'因为对这些演员一无所知,他们才敢写出“这部喜剧的剧情平淡无奇,且无知名演员参与(歌 手克里斯小子 [Chris Brown] 是演员中最为知名的一位)。”
24পাঠকরা কী সব অভিনেতাদের জন্যে ফিল্মোগ্রাফি তৈরী করে?难道观众应该要为你们列出所有演员的演艺经历吗?
25না এটা আপনাদের কাজ!不,这是你们的工作!
26লা স্ক্যান্দালিউজ অনুসারে, বিশ্ববিখ্যাত এসব আফ্রিকীয়-মার্কিন অভিনেতাদের সম্পর্কেও জ্ঞানের এই অভাব একটি ফরাসি প্রবণতারই প্রতিধ্বনি তোলে:根据“丑闻”的说法,就算这些非裔美籍演员是人们热烈讨论的全球知名人物,法国的趋势仍是缺乏对这些明星的认知:
27হয়তো ফ্রান্সের মতো দেশে যেখানে কৃষ্ণাঙ্গ অভিনেতারা কদাচিতই কোনো চলচ্চিত্রে অভিনয় করে সেখানে “মানুষের মতো চিন্তা করুন” এর বিশাল সাফল্য বুঝতে পারা খুবই বিস্ময়কর!或许在法国这样一个黑人演员难出头的国家,看到《读懂男人心》这部电影的成功,是多么让人惊讶的事! 这部电影并没有因为其演员或导演,而呈现出非裔美国片的样貌。
28না অভিনেতা-অভিনেত্রীরা না পরিচালক কেউই চলচ্চিত্রটিকে কেবল আফ্রিকীয়-মার্কিন হিসেবে উপস্থাপন করেনি।这是一部全球性的电影,正说明了它的票房成绩如此亮眼的原因! 以各地非裔民众为导向的网站“ Afrik.com”更用下列所述来强调 [Fr]:
29এটি একটি সার্বজনীন চলচ্চিত্র, যা চার্টগুলোর মাধ্যমে এর সাফল্যের ব্যাখ্যা দেয়!।如果说“Première.fr” 的这篇文章看起来肯定是没做好研究工夫,那么本片就是在所有被拒绝发行或上映的电影中最显著的例子,显示出这些以黑人演员为主的电影不被信任,或者其最终 的成功也不被肯定。
30আফ্রিকীয় অভিবাসীভিত্তিক আফ্রিক.他们以合理的利润考量为藉口,使得这“类型”电影不管是法国片或美国片,几乎都无法在法国的电影院里看到。
31本文中的影像《读懂男人心》取自于 Film_Poster,依照姓名标示-非商业性-相同方式分享 2.0 通用版 (CC BY-NC-SA 2.0) 创用 CC 授权条款。
32কম (Afrik.com) আরো যোগ করে এর ভার বাড়ায় [ফরাসী]: প্রিমিয়েরে.前往 Film_Poster's flickr 相片集。
33এফআর প্রকাশিত নিবন্ধটিতে একেবারে স্পষ্টভাবেই গবেষণার একটি অভাব রয়েছে।1马提尼克位于加勒比海,是法国的一个海外省。
34তবে সর্বোপরি অন্যান্যগুলোর মতো কৃষ্ণাঙ্গপ্রধান অভিনেতা-অভিনেত্রীসমৃদ্ধ চলচ্চিত্র অথবা এর সম্ভাব্য সাফল্য নিয়ে ফরাসি চলচ্চিত্র শিল্পের ব্যবসা করতে না চাওয়ার আরো একটি উদাহরণ।2 种族貌相指的是对不同种族有带偏见的总结,例如认为黑人都有暴力犯罪倾向、义大利人都是黑手党、中国人喜欢占便宜、犹太人刻薄吝啬、中东人都是恐怖分子等等。
35ফরাসি বা মার্কিন যাই হোক না কেন, এ'ধরনের' চলচ্চিত্রকে আটকে দেয়ার জন্যে তারা ফরাসি প্রেক্ষাগৃহগুলোর দেয়া একটি ঝুঁকিহীন আর্থিক যুক্তির আড়ালে লুকাতে চায়।3社群主义的主张是:个人认同与价值观的形成并非出于个人意志,而是透过一个人与他所生存的社群之间的交互作用而成,因此要理解一个人,也必须从他所身处的社群背景来理解。