# | ben | zhs |
---|
1 | মায়ানমার:ফেসবুকের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ | 缅甸:透过脸书监控选举 |
2 | বিগত বছরগুলোতে মায়ানমার বেশ কিছু সংস্কার সাধন করে, যার মধ্যে রয়েছে গণতন্ত্রের প্রতীক বলে বিবেচিত নেত্রী অং সান সূচিকে কারাগার থেকে মুক্তি প্রদান করা, একটি বিতর্কিত বাঁধ নির্মাণের প্রকল্প বাতিল করা, এবং অভূতপূর্ব ভাবে শত শত রাজনৈতিক বন্দীদের মুক্তি প্রদান করা। | 缅甸在过去几年已经实施许多改革,包括释放民主运动领袖翁山苏姬、暂缓争议性的水坝兴建计划,并前所未有地释放上百位政治犯。 |
3 | আর এখন সময় হয়েছে উপনির্বাচনের। | 如今,是选举的时候了。 |
4 | দুটি প্রধান রাজনৈতিক দল, যাদের মধ্যে একটি নাম হচ্ছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি), যার নেতৃত্বে রয়েছেন অং সান সূচি, এবং অপরটি হচ্ছে ইউনাইটেড সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টি ( ইউএসপিডি), যে দলে মূলত প্রাক্তন সামরিক শাসকদের দাপট, সেই দুটি দল, সংসদের ৪৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। এদিকে নির্বাচনে অন্যান্য দল, যেমন নিউ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি [এনডিপি], ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি), এবং এ রকম আরো কিছু দল অল্প কিছু আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। | 两大主要政党─翁山苏姬领导的全国民主联盟,以及前任军事将领主导的联邦巩固与发展党,正在竞争国会的48个席次,其他小党像是民主党、新全国民主党、民主联邦党…等政党,则在竞争其他少数的席次。 |
5 | মায়ানমারের ফেসবুক ব্যবহারকারী নির্বাচনের ভিন্ন ভিন্ন নানা সংবাদে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে, ঘটনাক্রমে যে দিনটি ছিল এপ্রিল ফুল দিবস। | 选举刚好选在愚人节这天,缅甸的脸书使用者也被不同新闻浪潮包围。 |
6 | খিন নিয়েন চ্যান, ইউএসডিপির প্রচারণার এক ছবি পোস্ট করেছে যেখানে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের গত নভেম্বরে মায়ানমার সফরের ছবি পোস্ট করেছে। | Khin Nyein Chan发布一张联邦巩固与发展党的竞选照片,这张照片是在美国国务卿希拉蕊去年十一月拜访缅甸时所拍的。 |
7 | অনেক ফেসবুক মন্তব্যকারী মন্তব্য করেছে যে, এ ভাবে প্রচারণা চালানো ঠিক নয়। | 许多脸书使用者评论,这样竞选方式十分不恰当: |
8 | সিংহ ময়ুরের মত উড়তে চেয়েছিল আর, উড়তে না পেরে পড়ে খেল মাটিতে আছাড়, | 狮子想高飞威胁孔雀 却飞不起来而跌倒 |
9 | এমজি এমজি লিইউন ইয়ু, উপরের ছন্দটা লিখেছে [বার্মিজ ভাষায়], যা মূলত ডেমো ইউয়ানের পোস্ট করা ইউএসডিপির নির্বাচনী প্রচারণা নিয়ে তৈরী করা এক ছবি। কেউ কেউ বিশ্বাস করছে যে, এনএলডিপির নির্বাচনী প্রচারণার কার্যক্রমে ব্যাপক সাফল্য লাভের কারণে নাগরিকদের জোর করে ইউএসডিপির এক জনসভায় উপস্থিত থাকতে বাধ্য করা হয়। | Mg Mg Lwin Eu写道,相较于全国民主联盟十分成功的竞选活动,Demo Waiyan所发布联邦巩固与发展党竞选照片,就像很多人被迫要参加一场演讲一样。 |
10 | নির্বাচনে ইউএসডিপির প্রতীক হচ্ছে সিংহ এবং এনএলডির প্রতীক হচ্ছে ময়ূর। | 缅甸选举 |
11 | মায়ানমারে নির্বাচনী মিছিল | 同时,也有来源未知的新闻报导和谣言,具有极大冲击,并可能影响选举结果。 |
12 | এছাড়াও অজানা সূত্র থেকে পাওয়া সংবাদের তথ্য এবং গুজব রয়েছে যার প্রভাব বিশাল হতে পারে এবং হয়ত তা নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে, যা কিনা ডেমো ওয়াইয়ান, এ রকম শোনা এক সংবাদের [বার্মিজ ভাষায়] কথা আমাদের জানাচ্ছেন, তিনি শুনেছেন যে কোন কোন স্থানে টিক বা সিল মারার শূন্য স্থানে, মোম লাগিয়ে দেওয়া হয় যাতে ভোটাররা ঠিকমত ভোট দিতে না পারে। | Demo Waiyan分享一则他听到的新闻,这则新闻说,选票的空白勾选处,某些地方已经上了蜡,让选民可能无法顺利投票。 |
13 | বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে, যে সবের ক্ষেত্রে বিশ্বাস করা হচ্ছে যে এগুলো আসলেই এপ্রিল ফুল দিবসের রসিকতা। | 某些据信真的发生的谣言,听起来像是愚人节的恶作剧。 |
14 | এ রকম একটি ঘটনায় দাবী করা হয়েছে [বার্মিজ ভাষায়] যে ইউএসডিপি, মান্দালয়ের এক ভিক্ষুককে একটি জামা এবং টুপি দেয় কিন্তু উক্ত ভিক্ষুক এই উপহার গ্রহণ করতে অস্বীকার করেছে। | 其中一则宣称:联邦巩固与发展党企图把一件衬衫和帽子 给曼德勒的一名乞丐,但这乞丐拒绝接受这些礼物。 |
15 | কেউ কেউ বলছে [বার্মিজ ভাষায়] যে মান্দালয়ের তাদার ও নামক এলাকায়, ইউএসডিপির এক সদস্য সারারাত ধরে মাইকে এনএলডির নামে নিন্দা করেছে। | 某些人说,联邦巩固与发展党在曼德勒的Tadar Oo整夜一直用声音极大的喇叭羞辱全国民主联盟。 |
16 | ইউএসডিপি সম্বন্ধে সাম্প্রতিক সবচেয়ে বিখ্যাত গুজব ছিল [বার্মিজ ভাষায়], তারা ইয়াংনের ইস্ট দাগন নামক এলাকায় নাগরিকদের বিরিয়ানী দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। | 最近,有关联邦巩固与发展党的最有名的谣言,就是他们在仰光的East Dagon镇送印度香饭给民众,当做他们的竞选策略。 |
17 | এছাড়াও উল্লেখ করা হয়েছে যে [বার্মিজ ভাষায়] ইউএসডিপির প্রতিনিধিরা তাদের নির্বাচনী ভাষণে লোক আনার জন্য টাকা প্রদান করেছে। | 也有人[1],联邦巩固与发展党的代表在他的竞选演讲过程中发钞票。 |
18 | ইউএসডিপির সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, সংখ্যাগরিষ্ঠ জনতা এনএলডির প্রতি অধীর হয়ে সমর্থন প্রদান করছে, এমনকি যদিও এদের অনেকে এই উপ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নয়। | 尽管这是联邦巩固与发展党尽的最大努力,多数人正迫切地支持全国民主联盟,即使并不是他们的所有成员都有资格参加议会补选。 |
19 | ফেসবুকে পরিচালিত ছোট্ট এক জরিপে [বার্মিজ ভাষায়], ৯৭৪ জন নাগরিক বলছে যে তারা এনএলডিকে ভোট দেবে, অপরদিকে ২৪ জন বলেছে যে তারা ইউএসডিপিকে ভোট প্রদান করবে। | 在脸书上的一项小调查显示,974人说他们会投全国民主联盟,只有24人会投联邦巩固与发展党。 |
20 | আগামীকাল ভোর পাঁচটায় বের হয়ে সেখানে যাব এবং এনএলডিকে ভোট দেব। | 我们明天早上五点会去投全国民主联盟 |
21 | মিন্ত মিন্ত খিন পে, যে কিনা অভিনেতা কায়াক থো-এর স্ত্রী, এবং ফ্রি ফিউনারেল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি তার ফেসবুকে এই লেখাটি পোস্ট করেছেন [বার্মিজ ভাষায়]। | 这是Myint Mying Khin Pe在脸书上发的文,她是演员Kyaw Thu的妻子,也是自由葬仪服务社群的创立者。 |
22 | ইউএসডিপির নির্বাচনী প্রচারণা | USDP竞选活动 |
23 | হটু তাই জার, একজন ব্লগার এবং নাগরিক প্রচার মাধ্যম সাংবাদিক, তিনি এনএলডি এবং ইউএসডিপির ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। | Htoo Tay Zar,一名博客和公民媒体记者,写下他对全国民主联盟和联邦巩固与发展党的看法: |
24 | বেশীর ভাগ মানুষ সবসময় বলে এসেছে, এনএলডি হচ্ছে বিরোধী দল…আমার কাছে ইউএসডিপি অনেক বেশী বিরোধী দল… আজকে, খাওমি এলাকায় আমি ইউএসডিপি দলটির নির্বাচনী প্রচারণাকে প্রত্যক্ষ করলাম। তাদের এই নির্বাচনী প্রচারণার প্রতি কেউ মনোযোগ প্রদান করছিল না। | 大多数人总是说全国民主联盟是反对党…对我来说,联邦巩固与发展党更像是反对党…今天,我刚好见证了联邦巩固与发展党在Khawmu镇的巡回宣传行程…没人注意他们…他们也并不活跃…党员像是在卡车上睡着…总之,他们是反对党,而且他们反对人们的欲求…=) |
25 | এছাড়াও তারা খুব একটা সক্রিয় ছিল না। | 缅甸的活跃脸书使用者已经表达他们对全国民主联盟和翁山苏姬的支持。 |
26 | ট্রাকের মধ্যে দলের সদস্যদের দেখে মনে হচ্ছিল যে তারা ঘুমাচ্ছে… সর্বোপরি, তারা হচ্ছে বিরোধী দল এবং তারা সবসময় জনতার চাওয়ার বিরোধীতা করে… =) | 翁山苏姬已经抵达Kawt Hmu,她希望在那成为全国民主联盟的议会代表。 |
27 | মায়ানমারের সক্রিয় ফেসবুক ব্যবহারকারীরা এনএলডি এবং অং সাং সূচির প্রতি তাদের তাদের সমর্থন প্রকাশ করেছে। | DVB发布了一则影片,是有关翁山苏姬抵达Kawt Hmu,许多人对她胜选有高度期待。 |
28 | অং সাং সূচি কাওয়াত হমু নামক এলাকায় এসে পৌঁছান, আশা করা হচ্ছে যে সংসদে তিনি এই এলাকার প্রতিনিধিত্ব করবেন। | 也有许多人在脸书上写下“祝缅甸好运”的评论。 |
29 | ডিভিবি, কাওয়াত হমু এলাকায় অং সাং সূচির আগমনের উপর তোলা ভিডিও [বার্মিজ ভাষায়] পোস্ট করেছে, যেখানকার জনগণের এই নির্বাচন নিয়ে প্রচণ্ড আশাবাদ রয়েছে। | 校对:Portnoy |