Sentence alignment for gv-ben-20080923-1237.xml (html) - gv-zhs-20080922-1367.xml (html)

#benzhs
1পাকিস্তান: আর একটি ৯/১১, আমরা জ্বলছি巴基斯坦:恐怖攻击再袭
2গতকাল রাত্রে (সেপ্টেম্বর ২০, ২০০৮) স্থানীয় সময় প্রায় রাত ৮টায়, ইসলামাবাদ কেঁপে গেছে পাকিস্তানের ইতিহাসের সব থকে খারাপ আত্মঘাতি হামলায়। ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এই হামলা হয়।9月20日当地晚间八时左右,巴基斯坦首都伊斯兰马巴德(Islamabad)遭逢国内史上最可怕的自杀攻击事件,案发地点位于万豪酒店(Marriott Hotel)外,据说爆炸案使用约1000公斤的爆裂物,造成至少67死203伤,官方称此为「巴基斯坦911事件」,巴国各界同感愤怒,并谴责此卑劣与血腥的行径。
3বলা হচ্ছে যে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক এই হামলায় ব্যবহার করা হয়েছে যার ফলে অন্তত ৬৭ জন নিহত হয়েছে আর প্রায় ২০৩ জন আহত হয়েছে।巴国博客亦表达各种看法,有些人将事件与塔利班组织(Taliban)、武装份子与印度密谋连结,有些人则认为这是美国政策的后果。
4কতৃপক্ষ এই হামলাকে ‘পাকিস্তানের ৯/১১' বলছে।The Pakistani Spectator博客的Dr.
5সব ক্ষেত্র থেকে পাকিস্তানীরা তাদের ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছে আর এই কাপুরুষোচিত ভয়ঙ্কর হামলার নিন্দা জানিয়েছে।Hassan Asfahani怪罪官员:
6পাকিস্তানী ব্লগগুলোও ও নানা ধরনের মতামত জানিয়েছে, কেউ কেউ এই হামলার সাথে যোগসূত্র খুঁজেছে তালেবান, জঙ্গী আর ভারতের সাথে আর অন্যরা এটাকে আমেরিকার রাজনীতির ফল বলেছে।
7পাকিস্তানী স্পেক্টেটর ব্লগের ড: হাসান আস্ফাহানি কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন।若此攻击真由塔利班组织所为,为何他们能通过重重检查哨直达伊斯兰马巴德?
8তিনি বলেছেন:理论上根本不可能。
9তার মানে সন্ত্রাসীদের সাহায্যকারী কাছেই আছে আর ইসলামাবাদ ও এর আশে পাশের এলাকায় তাদের পুরোপুরি কার্যকর একটা নেটওয়ার্ক আছে।这代表恐怖份子在政府必有内贼相助,在伊斯兰马巴德及邻近地区的网络亦相当活跃,上个月在伊斯兰马巴达郊区Wah Cantt才发生另一起可怕的攻击事件,超过200人因此丧生;去年在Rawalpindi也有针对前总统穆夏拉夫(Pervez Musharraf)座机的攻击事件,凶手一定有内贼。
10গতমাসেই একটা বিভৎস হামলা হয়েছিল ইসলামাবাদের কাছের একটা শহরতলী ওয়াহ ক্যান্টনমেন্টে, যেখানে ২০০ জনের বেশী নিহত হয়।也有些人将攻击事件与印度德里爆炸案连结,认为印度海外情报局(RAW)可能牵涉其中,Teeth Maestro博客的Dr.
11গত বছর রাওয়ালপিন্ডিতে পারভেজ মোশারফের প্লেনে হামলা করা হয়, আর এই সব লোকে ভেতরের কারো সাহায্য পেয়েছে।Awab Alvi指出:
12মানুষ এই হামলাকে দিল্লীর বিস্ফোরণের সাথেও তুলোনা করছে, এই বলে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র' (RAW) এর সাথে যুক্ত থাকতে পারে। ড: আওয়াব আল্ভি টিথ মায়েস্ট্রোতে ব্যাখ্যা করেছেন:就我的分析,印度海外情报局很可能涉及其中,以报复最近在印度发生的爆炸案,在新总统札达里(Asif Ali Zardari)向国会两院演说前大开杀戒,确实能盖过总统的演说重点,果然是精心设计。
13আমরা কি করতে পারি!!我们能做些什么?!
14বাড়ীতে বসে, ইমেইল লিখে আর এসএমএস পাঠিয়ে কিছু লাভ হবে না আর সন্ত্রাসীরা আমাদের দেশকে মাটিতে মিশিয়ে দেবে।坐在家里写电邮与寄简讯没有效果,恐怖份子还是控制我国,若各位相信巴基斯坦,我们需要携手终止恐怖主义,终止代表全面谴责塔利班组织、谴责美国攻击巴基斯坦、谴责国内武装份子。
15পাকিস্তানে বিশ্বাসী হলে আমাদের একসাথে হয়ে বলতে হবে সন্ত্রাসবাদ থামাও, মনে রাখবেন এই থামাও পুরোপুরি ধিক্কার তালেবানদের উপর, পাকিস্তানে আমেরিকার হামলার উপর আর আমাদের স্থানীয় সশস্ত্র অভ্যুথানের বিরুদ্ধে, এ সব মিলেই।
16আদনান সিদ্দিকি কি বলতে চায় তা এখানে দেয়া হলো:Adnan Siddiqi的看法是:
17গত দুই দশকে যখনই কোন খারাপ দুর্ঘটনা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে অন্য দেশের হাত জড়িত।问题在于,我们一路来都在做什么?
18প্রায় ওই অন্য দেশের হাত ভারতের হতো।我认为我们总成为宣传手段下的受害者,这些政治宣传有时为真,但我们也常没用心思考,我们所得到的讯息究竟是真或假。
19আমি বলতে চাই যে ভারত যদি আসলেই জড়িত হয় তাহলে আমাদের সাহস নেই কেন সোজাসুজি তা বলার যখন আমাদের সব কটা সরকার বলে তাদের কাছে প্রমান ছিল? যখন জিজ্ঞাসা করা হয় তখন বলা হয় যে এটা জাতীয় স্বার্থের কারনে করা হয়না।过去二十年来,每当有坏事发生,总会有人说是外力介入,所谓外力也常等于印度,我不懂若印度确实涉入,而政府也说已握有证据,为什么我们不敢明白说出来?
20উই সাইট এটাকে ঘোষণা করেছে যুদ্ধাবস্থার ইঙ্গিত হিসাবে:当人们提出质疑,政府又总说是为了国家利益。
21পাকিস্তানে হামলা করা হচ্ছে!”We Cite主张这是战争状态的征兆:
22প্রায় সব পাকিস্তানী ব্লগ এই সন্ত্রাসী হামলা নিয়ে লিখেছে, সবকটা থেকে উদ্ধৃতি দিতে পারলে ভাল হতো। যুগ যুগ ধরে, মানুষ পাকিস্তানকে দোষারোপ করছিল সন্ত্রাসবাদের জন্য।战争早已来到巴基斯坦门前,很遗憾直至今日,许多人仍拒绝承认这件事实,再也别否认了,战争如今已登堂入室,进入我们的客厅、卧室、后院,就在身边各处。
23আসলে সন্ত্রাসবাদ থেকে আমরা সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি।巴基斯坦正受攻击!
24আমাদেরকে লক্ষ্য করা হয়েছে আর পরিশেষে নিরাপরাধ পাকিস্তানীরাই অস্বাভাবিক আর জঘন্য মৃত্যুর কবলে পরে।几乎每个巴基斯坦博客都提到这场恐怖攻击事件,笔者真希望能将他们尽收于本文中,多年以来,人们怪罪巴基斯坦造就恐怖主义,但实际上巴国却深受恐怖主义袭击,成为攻击行动的目标,且无论如何,总有无辜民众在此惨烈事件中罹难。