# | ben | zhs |
---|
1 | মিশর: তাহরির স্কোয়ার পরিষ্কার করা এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 埃及:清理塔里尔广场 |
2 | গত কয়েক সপ্তাহ ধরে মিশরীয় নাগরিকরা এক স্বৈরাচারের কর্মকাণ্ডে সৃষ্ট ময়লা “পরিষ্কার করে”। | |
3 | এই সময় তাহরির স্কোয়ার, জনতায় এবং আনন্দে পরিপূর্ণ হয়েছিল। | |
4 | এর ফলে এখন পুরো তাহরির স্কোয়ারকে পরিষ্কার করতে হবে। যদিও স্কোয়ারের কেন্দ্রে বাস করতে থাকা একটিভিস্টরা তাদের এই অস্থায়ী নিবাসের ভালোভাবে যত্ন নিয়েছে, তবে যখন একে একে লোকজন সেখান থেকে চলে যাচ্ছে সেই প্রেক্ষাপটে এর পরিষ্কারের জন্য এখনো অনেক কিছু করার রয়েছে। | 过去几个星期,埃及民众努力扫除国内独裁体制,塔里尔广场(Tahrir)上满是人群与希望,结果也满是需要清理的物品,虽然在广场中心,之前便有许多人在照料自己暂时的住所,但人潮逐渐散去之后,仍有许多善后工作得做。 |
5 | আজকের সংবাদ নির্দেশ করছে যে, কায়রোর এই কেন্দ্রীয় এলাকা অন্য যে কোন সময়ের চেয়ে বেশি পরিষ্কার দেখাচ্ছে। এর জন্য সেই সব স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ, যারা এই কাজে লেগেছিল। | 今天有媒体报导,拜许多志工投入之赐,首都市中心比往常更干净。 |
6 | যেমনটা টুইটারে @কায়রোসিটিলিমিটস, তুলে ধরছেন: | @CairoCityLimits指出: |
7 | আজ কায়রোর কেন্দ্রস্থল: অন্য যে কোন সময়ের চেয়ে পরিষ্কার? | 这是史上最整洁的首都市中心吗? |
8 | এমনকি চিহ্নগুলো যেন নতুন করে আঁকা হয়েছে। | 连路边护栏都重新粉刷了。 |
9 | #জান২৫,#তাহরির @জনজ্যানসেন এর সাথে যোগ করেছে : | @JonJensen提到: |
10 | এই মুর্হূতে তাহরির স্কোয়ারে এক জোরালো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের প্রচেষ্টা শুরু হয়েছে-“পরিচ্ছন্ন” কর্মীর বেশীর ভাগই মিশরীয় নাগরিক। | 大规模收拾工作正在塔里尔广场进行,多数是埃及民众,车辆也开始恢复通行。 |
11 | #মিশরের রাস্তায় যানবাহন এবং মানুষ চলাচল শুরু হয়ে গেছে। একটি ছবির সাথে যুক্ত করে (যা নীচে প্রদর্শন করা হয়েছে), আরওয়া মাহমুদ (@আরওয়াসাম) প্রদর্শন করছে যে কি ভাবে এক দলগত প্রচেষ্টার মাধ্যমে এই কাজ করা হচ্ছে: | Arwa Mahmoud(@arwasm)连结至下图,呈现人们如何同心协力: |
12 | নিজেদের নিরাপত্তার জন্য ফুটপাথের যে সব ইঁট ভেঙ্গে আমরা টুকরা করে পাথর বানিয়েছিলাম, সেই সব ফুটপাথ এখন ঠিক করছি। #জান২৫,#মিশর http://yfrog.com/h2lcsqj | 我们先前敲破路面,拿来做为自卫的石块,现在要补回去! |
13 | একদল বিপ্লবী স্বেচ্ছাসেবী কর্মী তাহরির স্কোয়ারের ফুটপাথ ঠিকঠাক করছে | 一群志工修补塔里尔广场的路面 |
14 | আবদেলরাহমান হাসান (@এস্টার৪এনজি৩ডি) তাহরির স্কোয়ার অবস্থান করে সেখানকার দৃশ্য আমাদের প্রদর্শন করছে এবং তিনি জানাচ্ছেন, এই ঘটনা সম্বন্ধে এই বিষয়টি বলা যায়: | Abdelrahman Hassan(@estr4ng3d)从低角度拍摄广场情况后表示: |
15 | যখন আমি বলছি যে #তাহরির স্কোয়ারের এসফল্ট খুব দ্রুত পরিষ্কার করা হয়েছে, তখন আমি বাড়াবাড়ি করছি না। | 一点都不夸张,塔里尔广场的路面真是一干二净,还闻得到消毒剂的味道! |
16 | এমনকি জীবাণুনাশক উপাদানের গন্ধও পাওয়া যাচ্ছে। http://yfrog.com/h49dehcj | 塔里尔广场的路面 |
17 | ঘটনার কেন্দ্রস্থলের নীচ থেকে তোলা, সেই এলাকার দৃশ্য | 他指出: |
18 | তিনি এর সাথে যোগ করেন: | 想要在塔里尔广场找到灰尘打扫都很难。 |
19 | আক্ষরিক অর্থে #তাহরির স্কোয়ারে এখন ঝাড়ু দেবার জন্য ধুলা খুঁজে পাওয়া একটা কঠিন ব্যাপার। | 这时当然少不了埃及式的幽默,@SharifKaddous写道: |
20 | আরো একবার, বিখ্যাত মিশরীয় হাস্যরসাত্মক অনুভূতি প্রকাশ পেল, @শরিফকাদোউস এর টুইটে : আমি কাসের এল নাইল সেতুর উপর আমার চাচাতো ভাই ইসমাইল নাগিবের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। | 我在Kasr El Nile大桥上遇见亲戚Ismail Naguib,他说,“人们最新武器是扫把”。 |
21 | সে বলেছিল: এখন পছন্দের যে নতুন অস্ত্রটি বেছে নেবার সুযোগ রয়েছে, সেটি হচ্ছে একটি ঝাড়ু। #তাহরির#মিশর” #Tahrir #Egypt | 校对:Soup |