# | ben | zhs |
---|
1 | গ্রীস: ইরানী শরণার্থীদের অনশন ধর্মঘট গ্রীসের রাজধানী এথেন্সে ২৫ জন ইরানী নাগরিক ১৪ অক্টোবর থেকে অনশন ধর্মঘট শুরু করেছে। | 希腊:伊朗难民绝食抗议 |
2 | রাজনৈতিক আশ্রয়লাভের জন্য করা দরখাস্তগুলো গ্রীক সরকার যাতে এক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে তাই এই তাদের এই অনশন। অনশনরত ব্যক্তির মধ্যে অনেকে তাদের মুখ সেলাই করে বন্ধ করে দিয়েছে। | 自10月14日起,25位伊朗难民在希腊首都雅典绝食抗议,要求希腊政府处理他们的政治庇护申请案,有些人甚至将嘴缝起来。 |
3 | এই আন্দোলনকারী দল এক বিবৃতিতে বলছে যে, এথেন্সের প্রেপেলাইয়া নামক এলাকায় তারা ৪৪ দিন ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। কিন্তু তাতে কোন সাড়া মেলেনি। | 该团体发出的声明表示,他们先前在雅典Propylaea和平抗争44天,却都未获回应,才决定开始绝食抗议,并指称当地政府曾威胁他们停止公开抗争。 |
4 | তখন তারা অনশন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বলছে, স্থানীয় কর্তৃপক্ষ তাদের হুমকি দিচ্ছিল, যারা চাইছিল, তারা তাদের গণ প্রতিবাদ বন্ধ করে দিক। | Antiracismfacism.org指出,反资本主义的市长候选人Petros Konstantinou表示,曾看见伊朗大使馆人员试图骚扰抗争者与摄影。 |
5 | এন্টিরেসিজমফ্যাসিজম. অর্গ, এর এক প্রবন্ধ এবং একই সাথে পুঁজিবাদী বিরোধী মেয়র প্রার্থী প্রেট্রোস কনস্টানটিনিউ-এর প্রদান করা সংবাদ অনুসারে ইরানী দূতাবাসের কর্মচারীদের, প্রতিবাদকারীদের হয়রানি করার চেষ্টা করতে ও ছবি তুলতে দেখা গেছে [গ্রীক ভাষায়]: | 难民及其支持者使用YouTube网站传达讯息,希腊主流媒体对绝食抗议一事几乎只字未提,但地方社运团体及網絡媒体则不断声援(如上图海报)。 |
6 | শরণার্থী এবং তাদের সমর্থকরা তাদের বক্তব্য প্রচার করার জন্য ইউ টিউব ব্যবহার করছে। | 希腊地方警察攻击绝食抗议者 |
7 | বলা যায় এই অনশন ধর্মঘটের সংবাদ গ্রীসের মূলধারার প্রচার মাধ্যমের প্রায় কোনখানে প্রচার করা হয়নি, কিন্তু স্থানীয় একটিভিস্ট গ্রুপ এবং অনলাইন প্রচার মাধ্যম তাদের প্রতি সমর্থন প্রকাশ করেছে (উপরের পোস্টারটি এক সংহতি সঙ্গীতানুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল)। | |
8 | অনশনরত ধর্মঘটীদের উপর গ্রীসের পৌরসভার পুলিশের হামলা হামলা অক্টোবরের ১৭ তারিখে তোলা এই ভিডিওটি ইরানী প্রতিবাদকারীদের উপর গ্রীসের পৌরসভা পুলিশের আক্রমণাত্মক আচরণের বিষয়টি প্রদর্শন করছে। | 这段影片摄于10月17日,记录希腊地方警察对伊朗民众的暴行: |
9 | একজন শরণার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | 一名难民遭送往医院 |
10 | শরীর খারাপ হয়ে যাবার কারণে মাসোদ ফারামারজি নামের এক শরণার্থীকে অনশন ধর্মঘট শুরু করার পরের দিন হাসপাতালে নিয়ে যেতে হয়। শরণার্থী শিবিরে আমরা ইরান সরকার বিরোধী স্লোগান শুনতে পেয়েছি, যেমন “খামেনি নিপাত যাক” (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা)। | 难民Masoud Faramarzi因绝食抗议多日,导致健康情况恶化,被送往医院,帐蓬里写着反伊朗政府标语,如“哈米尼下台”(伊朗最高领袖),影片摄于10月16日。 |
11 | ভিডিওটি ১৬ অক্টোবরে তোলা। অনশনরত ধর্মঘটীদের উপর তোলা এই ভিডিওটি ১৮ অক্টোবরে উঠানো হয়েছে। | 这段画面是在10月18日上传。 |
12 | জুলাইতে ইরানের ছয় জন শরণার্থী আরেক দল এথেন্সের জাতি সংঘ শরণার্থী বিষয়ক অফিসের (ইউএনএইচসিআর) সামনে অনশন ধর্মঘট পালন করেছিলেন। | 今年七月,另有六名伊朗人在雅典的联合国难民署办公室外绝食抗议,亦有一人将嘴缝起来。 |
13 | সে সময় তাদের মধ্যে একজন তার মুখ সেলাই করে বন্ধ করে দিয়েছিল। | 感谢Asteris Masouras协助本文撰稿 |
14 | আসটেরিস মাসোরাস এই পোস্টের ক্ষেত্রে অবদান রেখেছেন | 校对:Soup |