Sentence alignment for gv-ben-20100815-12365.xml (html) - gv-zhs-20100829-6019.xml (html)

#benzhs
1ভেনেজুয়েলা: ব্লগের মাধ্যমে লোকশিল্প তুলে ধরা委内瑞拉:以博客推广民间艺术
2ভেনেজুয়েলাতে লোকশিল্প বিভিন্ন সম্প্রদায়ের শৈল্পিক ভাবনার মৌলিক প্রকাশ যা মূলত: তাদের আশেপাশের সৌন্দর্যকে কেন্দ্র করে রচিত।[本文西文版原载于2010年8月10日] 在委内瑞拉,民间艺术(arte popular)是老百姓真实表达生活之美的一种方式。
3আন্দেজ বিশ্ববিদ্যালয়ের শিল্পের ইতিহাসবিদ রিকার্ডো রুইজ লোকশিল্পকে পাঠক্রমের বা কোন নির্দিষ্ট কাঠামোর বাইরে হিসবে বলছেন এবং এগুলোকে বেশীরভাগ সময়ই “সরল” বা “গেঁয়ো” বলে অভিহিত করা হয় (পিডিএফ ফরম্যাটে)।根据定义,这种艺术往往并不具名。 安地斯大学(Universidad de Los Andes) [西] 的艺术史家里卡多.
4সাধারণত: লোক সাহিত্যকে গ্রামীন সাহিত্য হিসেবে ধরা হয় এবং এর উদাহরণ হিসেবে অনেক ক্ষেত্রেই স্প্যানিশ সংস্কৃতি আগমনের পূর্বেকার শিল্পের উল্লেখ করা হয়।鲁易兹(Ricardo Ruíz)指出,独立于学院传统之外的民间艺术 (PDF档),经常被视为「天真质朴」或「带有乡土味」。
5লোকশিল্পের অনানুষ্ঠানিকতার জন্যে একে অন্যান্য ধ্রুপদী শিল্প মাধ্যম থেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।一般将民间艺术看成乡民的表达方式,许多例子显示这些作品参考了前哥伦布时期的艺术创作。 由于民 间艺术不受正式肯定,因而被当作民俗表现的一种,不若学院派那般被看重。
6তবে রুইজ মনে করেন যে লোকশিল্পের বিষয়বস্তু, বিশেষ করে ভেনেজুয়েলার লোকশিল্পকে বুঝতে হবে একটি প্রকাশ হিসেবে যা রুপান্তরিত হতে থাকে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে যায়।上文作者鲁易兹却认为,应当要从方向的变异与转换等角度来认识委内瑞拉的民间艺 术,并用同样的方法来理解艺术家眼里的美、历史、生命与死亡。
7এই সম্প্রসারণ ঘটে যে দিকে শিল্পীরা তাদের জীবন, সৌন্দর্য, ইতিহাস ও মৃত্যুর প্রকাশকে দেখাতে চায়।现在,这些艺术形式在网络遇见了新的观众,而这对许多民间艺术家而言曾经是十分陌生的领域。
8এবং এখন এই শিল্প অনলাইনে তুলে ধরা হচ্ছে যা এমন সব শিল্পরসিকদের কাছে পৌঁছাচ্ছে যা পূর্বে সম্ভব হত না।艺术家路易斯.
9লোকশিল্পী লুইস আকোস্তা একটি ব্লগ চালু করেছেন লোকশিল্পকে তুলে ধরতে এবং প্রকাশ করেছেন “শিল্পীর জন্যে একটি গাইড“।阿科斯塔(Luis Acosta)开了一个博客推广民间艺术:工匠指南 [西]。
10একজন শিল্পীর কাজের একটি উদাহরণ নীচের এই ভিডিওতে পাওয়া যাবে।在这支影片 [西] 里可以看到其中一位艺术家。
11আকস্তার বক্তব্য অনুসারে:阿科斯塔认为:
12এই শিল্পীদের অধিকাংশেরই প্রযুক্তিগত সুবিধা নেই ইন্টারনেট ব্যবহার করে তাদের কাজের প্রচার করার .. (..}..艺术家们多半缺乏技术支援,无法在网络上打开知名度(…)这项计划免费且独立,由志工维护…
13এই উদ্যোগ স্বাধীন এবং বিনামূল্যের এবং স্বেচ্ছাসেবী সহায়তা দ্বারা পরিচালিত। আকস্তার আরেকটি প্রকল্পে দশজন শিল্পী একসাথে তাদের কাজ তুলে ধরছে অনলাইনে এবং আরাভানিতে একটি প্রদর্শনীর জন্যে।阿科斯塔在另一项公开展示计划阿拉瓦内 Aravaney [西] (译注:委内瑞拉国树)里与十位艺术家共同在网络上展示作品:
14তাদের শিল্পকর্ম এই ভিডিওতে দেখা যাবে।阿科斯塔在自己的博客 [西] 宣传这几位艺术家与工匠的作品:
15তার নিজের ব্লগে আকস্তা তার কাজ দেখাচ্ছে এবং তার সহশিল্পীদের ও তাদের কাজকেও তুলে ধরছে:我从1984年以来就投入油土塑形与绘画创作,那时我还住在故乡加拉加斯市(Caracas),1993年后我搬到瓦伦西亚(Valencia)。
16১৯৮৪ সাল থেকে আমি নিজেকে নিবেদিত করেছি মাটির কাজ ও চিত্রশিল্পে, যখন আমি আমার জন্মভূমি কারাকাসে বাস করতাম।这些年来,我的绘画与油土塑形题材始终不离委内瑞拉通俗宗教的意象、其类型角色与我国的历史人物(…)现在,我想要展示这些作品以及国内外民间艺术家的创作…
17১৯৯৩ সাল থেকে আমি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরে বাস করে আসছি।路易斯.
18ভেনেজুয়েলার লোক ধার্মিকতা, ইতিহাসের বিভিন্ন চরিত্র ইত্যাদি আমার মৃৎ ও চিত্রশিল্প কাজের প্রেরণা ছিল। (..) এই পাতায় আমি আমার কাজ দেখাতে চাই এবং সাথে সাথে আমার দেশের ও বিশ্বের অন্যান্য লোকশিল্পীদের কাজও।阿科斯塔作品〈我给你月亮和星星〉(Te doy la luna y las estrellas),经许可转载。
19আমি আপনাদের চাঁদ এবং তারা দেব - ছবি লুইস আকস্তার, অনুমতিক্রমে ব্যবহৃত।加拉加斯的埃尔迦.
20কারাকাস থেকে এলগার রামিরেজও লোকশিল্পীদের এবং তাদের কাজকে ব্লগের মাধ্যমে পরিচিত করছেন।拉米雷斯(Elgar Ramirez)也用博客推广民间艺术。
21তার ব্লগ আর্তেসেনিয়া অঁ তাপারাতে তিনি বিচি, কাঠ এবং লাউ দিয়ে শিল্পকর্ম তৈরি করা দেখাচ্ছে।拉米雷斯在他的博客「葫芦工艺」(Artesanía en Tapara) [西] 里展示用种子、木头与葫芦制成的作品。
22রামিরেজ তার ব্লগের উদ্দেশ্য বর্ণনা করছেন।…博客是为了推广、传播这些用葫芦、种子与木头制成的独特杰作…并提供直接联系这些艺术家的方式。
23…সেইসব শিল্পীদের তুলে ধরা ও প্রচার করা যারা লাউ, বিচি আর কাঠ দিয়ে মৌলিক, একেক এবং উচ্চমানের শিল্পকর্ম তৈরি করেন..这本相簿展示了亚里莎.
24এবং তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়া।莫利纳(Yaritza Molina)的作品。
25এই ফটো অ্যালবাম ইয়ারিজা মোলিনার শিল্পকর্ম দেখাচ্ছে যিনি আরাগুয়া প্রদেশের পাওলো নেগ্রো কমিউনিটিতে লাউয়ের খোলা নিয়ে কাজ করেন।这位艺术家在阿拉瓜州(Estado Aragua)的帕洛内格罗村(Palo Negro)利用葫芦创作。
26এই সব উদ্যোগের মাধ্যমে লোকশিল্প এমন সব স্থানে বিচরণ করছে যা আগে সম্ভব হত না।透过上述计划,民间艺术得以进入从未探索的领域。
27যেসব শিল্পকর্ম লোকের শৈল্পিক নান্দনিকতা প্রদর্শন করে সেগুলো এখন সারা বিশ্বের লোক দেখার সুযোগ পাচ্ছে এইসব প্রযুক্তিগত সুবিধার জন্যে।从前民间艺术作品只能在产地附近流通,如今拜科技所赐全世界都可以见到。
28পূর্বে এইসব শিল্পকর্ম যেইসব স্থানে তৈরি হত, তার আশেপাশেই শুধু পরিচিত হত।这是近年来科技与艺术合作的众多形式之一。
29গত কয়েক বছর ধরে প্রযুক্তির সহায়তায় শিল্প এই পরিস্থিতির পরিবর্তন করতে পেরেছে।上述这些网站也许有助于传播偏乡的艺术与愿景,但更重要的是它们表达了鲜为外人所知的委内瑞拉生活与知识。
30এটা সম্ভব যে এই সব মাধ্যম এমন সব শিল্পকর্ম এবং শিল্পীদের চিন্তাভাবনাকে ছড়িয়ে দিতে পারবে যারা ভেনেজুয়েলার বাইরে কম পরিচিত কিন্তু তারা দেশের জীবন ও জ্ঞানের কথা বলে।校对:Portnoy