# | ben | zhs |
---|
1 | মিশর: মুবারক আরো একবার মৃত্যুবরণ করলেন | 埃及:穆巴拉克又死了一次 |
2 | এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 埃及前总统胡斯尼. |
3 | মিশর বিপ্লব শুরু হবার পর থেকে অন্তত সপ্তাহে একবার মুবারক মারা যাচ্ছেন, যে বিপ্লব তার ৩২ বছরের শাসনকে উৎখাত করে। | 穆巴拉克(Hosni Mubarak) ,自从在那场推翻其三十二年统治的埃及革命开始之后,每几个礼拜至少都会死个一次。 |
4 | তার সাম্প্রতিক মৃত্যুর ধারণার বিষয়ে নেট নাগরিকরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। | 关于他的健康,网友们作出最新的臆测。 |
5 | লুবনা এফ তার পাঠকদের নিশ্চিত করছে যে মুবারকের স্বাস্থ্যগত অবস্থা এখন নিয়মিত সংবাদে পরিণত হয়েছে। | Lubna F.向她的读者保证,穆巴拉克的健康状况是一条反覆出现的新闻。 |
6 | ভদ্রমহিলা লিখেছেনঃ | 她写道: |
7 | @ফাতানীল: প্রিয় বিদেশী নাগরিকরা, অনুভব করছি যে আপনারা অনেকে বিভ্রান্ত, যার ফলে আপনাদের বিষয়টি পরিষ্কার করি, মুবারক মারা গেছেন/ জীবিত আছেন-আইএসএইচ। | @fatanil:亲爱的外国友人们,感觉得出你们有许多人很困惑。 |
8 | কয়েক সপ্তাহ পর পর এই ঘটনা ঘটছে। কাজে চিন্তা করবেন না। | 所以来解释一下,穆巴拉克‘好像'死/活了。 |
9 | এবং জোনাথন মোরেমি আরো একবার মুবারকের মৃত্যুর নির্ধারিত সময় টুইট করেছেনঃ | 每几个礼拜就会发生一次,别担心。 |
10 | @ জোনামোরেম: তাজা সংবাদ: #মুবারক আজ সকাল ১১. | 而Jonathan Moremi曾经推特过穆巴拉克死亡的时间表: |
11 | ৫৭ মিনিটে মারা যাবেন এবং এরপর আবার বিকেল ৪. ১২ মিনিটে। | @jonamorem:头条: #Mubarak 会在今天早上11:57死掉,然后会在下午4:12再死一次。 |
12 | দয়া করে ধৈর্য্য ধারণ করুন। | 请表现出怜悯的样子。 |
13 | আর তার মৃত্যুর আগামী প্রদর্শনী হবে আগামীকাল সকাল ৭. | 下一场秀是明天早上7:48及下午3:44。 |
14 | ৪৮ মিনিটে এবং বিকেল ৩. ৪৪ মিনিটে। . | 然而,6月19日,穆巴拉克死亡的新闻看起来像是真的。 |
15 | তবে, ১৯ জুন তারিখে আসা মুবারকের মৃত্যুর সংবাদ মনে হচ্ছিল সত্যি। | @HaYatElYaMaNi:头条:穆巴拉克临床死亡 #mubarak |
16 | মিশরীয় সরকারি সংবাদ সংস্থা মিডিল ইস্ট নিউজ এজেন্সি এই সংবাদ প্রদান করেছে [এই লিঙ্ক খোলে না এবং সংবাদে জানা গেছে যে ওয়েবসাইটটি মুবারকের সাথে মৃত্যুবরণ করেছে], এবং পরে আহরাম অনলাইন লিখেছে , ” মিশরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার সংবাদ অনুসারে মাদির কাছে অবস্থিত সামরিক হাসপাতালে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে হোসনি মুবারককে মৃত ঘোষণা করা হয়েছে।”. | 埃及官方新闻机构中东通讯社(Middle East News Agency)报导了此新闻[连结无法开启,网站也与穆巴拉克一起被宣告死亡],而Ahram Online稍后写了,“根据埃及国家通讯社MENA,胡斯尼.穆巴拉克一抵达位于开罗高级社区Maadi的军事医院之后,随即被宣告临床死亡。” |
17 | মনে হচ্ছে এবার আনুষ্ঠানিক ভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, ইকরাম ইব্রাহিম এমনটাই টুইট করেছেন। | 所以,这次看起来是正式的了,正如Ekram Ibrahim推道: |
18 | @ইকরাম ইব্রাহিম : আমি মনে করি মুবারক বাস্তবিক মারা গেছেন#মুবারক#ইজিপ্ট। | @Ekramibrahim:我认为#Mubarak是真的死了。 #Egypt |
19 | কিন্তু আরো একবার, মিশরীয় ( এবং বিদেশী সাংবাদিকরা) মুবারকের মৃত্যুর গুজবের শিকার হলেন। | 但再一次的,埃及人(以及外国记者们)又成为穆巴拉克死亡谣言的牺牲品。 |
20 | এক ঘন্টা পরে সংবাদ পাওয়া গেল যে মুবারক এখনো জীবিত, অথবা সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, মিজ. | 一个小时之后,新闻说穆巴拉克还活着,或是说穆巴拉克可能会起死回生,如同Ms. |
21 | এন্ট্রপি যেমনটা টুইট করেছেন: | Entropy推特的: |
22 | @ মিজএন্ট্রপি: #মুবারককনেস্পিরেসি। আমি আবার শুরু করব। | @MsEntropy:#MubarakConspiracy 我要开始了。 |
23 | কপ্ট খ্রিস্টানদের সমর্থন লাভের জন্য, তিনি যীশুকে অনুকরণ করছেন। | #Mubarak在努力试图得到埃及基督教徒科普特人(Copts)的支持之下,正在刚刚仿效了耶稣。 |
24 | মৃত্যুর পরে তিনি আবার জীবিত হয়ে ফিরে আসবেন। | 他将再次复活。 |
25 | #ক্রিপিংসেক্টেরিয়ানইজম | #CreepingSectarianism |
26 | মুবারকের একটি প্যারোডি একাউন্ট থেকেও যথারীতি টুইট করা হয়েছে: | 其中一个反串穆巴拉克的帐号也推道: |
27 | @নট মুবারক: গুঞ্জন তৈরী করছেন! | @NotMobarak:啊哈被我耍了吧! |
28 | আপনারা কোনদিন শিক্ষা লাভ করতে পারবেন না? | 你们永远学不乖,对吧? |
29 | #মুবারক কোনদিন মারা যাবে না। | #Mubarak永远不会死。 |
30 | মুবারকের জীবন পুনরায় ফিরিয়ে আনার জন্য যে আরক ব্যবহার করা হয়েছে, যশ শাহরিয়ার তার উপাদান আমাদের জানাচ্ছেন: | Josh Shahryar分享了用来让穆巴拉克复活的药剂成份: |
31 | @ জেশাহরিয়ার: অজানা এক সূত্র আমায় জানিয়েছে, গাদ্দআফির নখ, যুবরাজ নায়েফ-এর বিষদাঁত এবং আসাদের সিং দিয়ে বানানো আরক #মুবারককে আবার বাঁচিয়ে তুলেছে। মুবারকের বারবার হার্টঅ্যাটাক-এর বিষয়ে ইমরান গার্দার-এর একটি ভিন্ন তত্ত্ব আছে। | @JShahryar:有匿名人士告诉我,用来让#Mubarak复活的药剂里,有着格达费(Gaddafi)的手掌、纳伊夫王储(Prince Nayef)的毒牙,以及阿萨德(Assad)的犄角。 |
32 | @ইমরান গার্দা : মুবারকের হৃদয় সম্বন্ধে যে সমস্ত সংবাদ পাওয়া যায়, মিসরিয় নাগরিকরা সব সময় সে সব সংবাদে সংশয় প্রকাশ করে। | 对于穆巴拉克持续的心脏病发作,Imran Garda有一套不同的理论。 |
33 | তারা কখনো নিশ্চিত ছিল না যে মুবারকের হৃদয় বলে একটি কিছু ছিল। | @ImranGarda:埃及人对于提到#Mubarak心脏的新闻都抱持怀疑的态度。 |
34 | ওই সমস্ত বিস্ময় সাথে যে কতবার মুবারক জীবিত হবে, অথবা মারা যাবে। | 他们从来都不完全确定他是不是有颗心脏。 |
35 | বাসেম সাবরি টুইট করেছে : | 在所有那些好奇穆巴拉克会继续活着或死掉几次的言论之中,Bassem Sabry推道: |
36 | @বাসেম _সাবরি : যদিও আমি এই সংবাদ যাচাই করতে পারিনি, একটি জনপ্রিয় সংবাদে দাবি করা হয়েছে মুবারকের পিতা ১০৪ বছর পর্যন্ত বেঁচেছিলেন, এবং একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান। | @Bassem_Sabry:虽然我完全无法证实,不过有个极盛行的故事声称,穆巴拉克的爸爸活到了104岁,然后据说是在一场车祸中去世。 |
37 | নাথান নেমো শঙ্কিত এই কারণে যে এই ঘটনায় যে কতবার মুবারকের উইকিপিডিয়ার পাতাকে আপলোড করা হয়েছে। | Nathan Nemo很担心穆巴拉克的维基百科专页要被更新多少次。 |
38 | মেলিসা রোজ পরামর্শ প্রদান করেছেন যে মুবারক জম্বি কোন একটি ব্যান্ডদলের নাম হবার মত আকর্ষণীয় বিষয়, এবং বুদ্ধাস হাগ টুইট করেছেন: | Melissa Rose提议说僵尸穆巴拉克(Mubarak Zombie)会是个很酷的乐团团名,另外,Buddhas Hag推特道: |
39 | @বুদ্ধাসহাগ: প্রথম দর্শনে ভালবাসায় আমি বিশ্বাস করি না, তবে আমি প্রথম হার্টঅ্যাটাকের মৃত্যুতে বিশ্বাস করি। | @BuddhasHag:我不相信一见钟情,我相信一心脏病发就会死。 |
40 | কিন্তু আরো একবার মুবারক আমাকে ভুল প্রমাণ করল। | 但是再一次的,穆巴拉克必须证明我是错的。 |
41 | কেবল উইকিপিডিয়া নয়, একই সাথে সংবাদপত্র সমূহ বাধ্য হয় মুবারকের মৃত্যু সংবাদ সম্পাদনা করতে। | 关于前总统是死是活的新闻,不是唯一一条在今天的埃及无法被证实的消息。 |
42 | নিউজডিফস (@নিউজফডিফস), অনলাইনের সংবাদপত্রে সাইটগুলোর গুরুত্বপূর্ণ সংবাদের ভিন্ন ভিন্ন সংস্করণের উপর নজর রাখে, তারা প্রকাশ করে কি ভাবে নিউইয়র্ক টাইমসের প্রবন্ধ আপডেট করা হয়, যখন জানা যায় যে মুবারক এখনো জীবিত। | 在两位总统候选人艾哈迈德. 沙菲克(Ahmed Shafiq)以及穆罕默德. |
43 | প্রাক্তন রাষ্ট্রপতির জীবন মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে আসা সংবাদ কেবল একমাত্র সংবাদ নয়, যা বর্তমানে মিশরে নিশ্চিত করা যাচ্ছে না, দেশটির পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সে বিষয়টি নিয়েও রয়েছে এক অনিশ্চয়তা। | 莫西(Mohammed Morsi)都宣称在上周最后一轮大选胜选的状况下,下一任总统是谁也难以确定。 |
44 | গত সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে আহমেদ শফিক এবং মোহাম্মদ মোরসি উভয় প্রার্থী নিজেকে বিজয়ী দাবী করেছে। | @the_blacklisted:沙菲克与莫西在大选中又赢又输。 |
45 | [অবশেষে সরকারি ভাবে মোরসিকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে]। | 穆巴拉克又活又死。 |
46 | @দি_ব্লাকলিস্টেড: শফিক এবং মোরসি নির্বাচনে জিতেছে অথবা হেরেছে। | 军方又是又不是埃及的领袖。 |
47 | মুবারক জীবিত আছেন অথবা মারা গেছেন। | 目前我还是很不高兴。 |
48 | সামরিক বাহিনী মিশের নেতৃত্বে রয়েছে অথবা সরে গেছে। তারপরেও আমি অসুখী। | 最后,如果你是在几天之后读到这篇文章,并且想知道到底穆巴拉克现在是活着或是死了,别担心,这里有解答该疑问的应用程式。 |
49 | এবং সবশেষে, যদি আপনি কয়েকদিন পরে এই প্রবন্ধ পাঠ করেন, এবং তখনো বিস্ময়ের ঘোরে থাকেন যে মুবারক আসলে মারা গেছেন নাকি বেঁচে আছেন, চিন্তা করবেন না, এর জন্য একটা দরখাস্ত রয়েছে । | 译者注:关于科普特人(Copts),可参考这里或这里的介绍。 另外,埃及于6月24日宣布,新任总统由穆罕默德. |
50 | এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ । | 莫西当选。 |