Sentence alignment for gv-ben-20100818-12411.xml (html) - gv-zhs-20100818-5913.xml (html)

#benzhs
1যুক্তরাষ্ট্র: ‘গ্রাউন্ড জিরো মসজিদ’ এর মিডিয়া কাভারেজ পুনর্নির্মাণ美国:媒体如何报导「911事件清真寺」
2পার্ক ৫১ এর লোগোPark51标志
3বিগত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে একটি খবর লাগাতার মিডিয়ার মনোযোগ ধরে রেখেছে। বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলার স্থানের (‘গ্রাউন্ড জিরো') মাত্র কয়েক ব্লক দূরে পরিকল্পিত একটা ইসলামিক কমিউনিটি সেন্টারের নির্মাণ আর মিডিয়া জগতে এই নিয়ে দ্বিমুখী চরমপন্থী মতামত।过去几个月,美国媒体持续注意一件消息,纽约市伊斯兰教族群打算成立新社区中心,位于2001年9月11日恐怖攻击事发地点不远处,在媒体引起两极化反应,这个社区中心将命名为Park51,有些媒体名人及政治人物并不赞成,例如裴琳(Sarah Palin)认为地点距离911攻击现场太近,有些人亦呼吁搬迁。
4কিছু জ্ঞানী আর রাজনীতিবিদ, যেমন সারাহ প্যালিন, বিতর্কিত করেছেন এই কমিউনিটি সেন্টারকে, যাকে পার্ক৫১ বলা হচ্ছে এর অবস্থানের জন্য। ‘গ্রাউন্ড জিরো' এর কাছে এর নৈকট্যের কারণে অনেকে এই সেন্টার সরানোর কথা বলেছেন আর এটিই মূল বিতর্ক।另一方面,包括纽约市长彭博(Michael Bloomberg)等团体及个人都出面支持这个社区中心,提醒美国民众,伊斯兰教在美国历史悠久,并援引宪法第一修正案内的宗教自由。
5একই সময়ে, অসংখ্য দল আর ব্যক্তি- যার মধ্যে নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ আছেন - পার্ক৫১ এর সমর্থনে কথা বলেছেন। এরা আমেরিকানদের যুক্তরাষ্ট্রে মুসলিমদের ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছেন আর সংবিধানের প্রথম সংশোধনীর কথা উল্লেখ করেছেন, যেটা স্বাধীনভাবে ধর্ম পালনের আহ্বান জানায়।除了社区中心本身情况,另一个问题在于媒体报导,数月以来,美国许多主流媒体都称呼这座社区中心为「911事件清真寺」,暗指社区中心将盖在案发地点上(其实不然),也让人误以为这个中心只做为清真寺使用,但其实中心内部包括清真寺、游泳池、剧场、托儿所及其他设施。
6কমিউনিটি সেন্টার নিয়ে বিদ্যমান সংকটময় পরিস্থিতির পিছনে মিডিয়া কাভারেজের প্রভাব আছে।博客评论这个消息的不同面向,如穆斯林在纽约的历史、反对者潜在恐惧伊斯兰教的心态等,一位博客在Tabsir.net论及这股媒体热潮:
7অনেক মাস ধরে, আমেরিকার প্রধান ধারার মিডিয়া পার্ক৫১ এর কথা বলেছে ‘গ্রাউন্ড জিরো মসজিদ' হিসাবে, পরিষ্কারভাবে এটা বলে যে এই প্রকল্প মূল ৯/১১ ভূমিতে নির্মিত হবে (যা আসলে নয়) আর এই সেন্টারের একমাত্র কাজ হবে মসজিদ হিসাবে (আবারো মিথ্যা কথা- সেন্টারে একটি মসজিদ, সুইমিং পুল, থিয়েটার, বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার আর বিভিন্ন সুবিধা থাকবে)। ব্লগাররা এই গল্পের বেশ কিছু বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করেছেন, নিউ ইয়র্কে মুসলমানদের ইতিহাস থেকে ইসলাম ভীতি যা পার্ক৫১ এর বিরুদ্ধে তর্কের বিষয়।最近媒体很乐于报导911事件现场附近要兴建「清真寺」,这种恐惧伊斯兰教的态度,就像某些人自以为是地仇恨原住民、黑人及犹太人,再从King James版本的《圣经》里,找到支持这种仇恨的证据,今天《纽约时报》刊载Laurie Goodstein的报导,指称全国都有人在努力,要阻止各地兴建伊斯兰教宗教场所,若这些风波也是源于茶叶党论坛,这些集会便绝不像姐妹会那样平和,反倒更像一群动用私刑的民众。
8তাবসির. নেটে লিখতে গিয়ে একজন ব্লগার মিডিয়ার উত্তেজনা নিয়ে লিখেছেন:摩洛哥裔美国作家Laila Lalami亦有同感,她在一篇文章中不满媒体讨论时,完全排除穆斯林的看法:
9বর্তমানে ‘গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মানের ব্যাপারে' মিডিয়া উত্তেজনার স্রোতের সাথে সম্পর্ক আছে আসলে কিছু বন্ধুহীন মানুষের গভীর ইসলাম ভীতির বহি:প্রকাশ যারা ইঞ্জুন, নিগ্রো আর ইহুদিদের ঘৃণা করেছে চিরজীবন আর রাজা জেমস এর বাইবেল সংস্করণের অংশকে ব্যবহার করেছে তাদের ঘৃণাকে ইন্ধন যোগানোর জন্য।
10আজকের (৮ই আগস্ট, ২০১০) নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লরি গুডস্টাইনের একটা আর্টিকেল ছাপিয়েছে যা দেশব্যাপী মুসলমানদের আরাধনার স্থান নির্মানে বাধা দেয়ার চেষ্টার ব্যাপারে লিখেছে।
11যদি এটা টি পার্টি ফোরামের আর একটি গণ্ডগোল পাকানোর জিনিষ হিসেবে পরিকল্পিত হওয়া থাকে, এটি মনে হয় মহিলাদের দানের সোসাইটির কাজের বদলে গুন্ডামি করা।我注意到在划分支持者与反对者时,参与讨论的穆斯林皆为「前穆斯林」,各个宗教的领袖都勇于起身捍卫宗教自由,却独缺伊斯兰教,我们能够相信,在这个有关伊斯兰社区中心的话题里,却没有任何穆斯林参与这些跨宗教团体吗?
12মরোক্কান-আমেরিকান লেখক লায়লা লালামি এতে সম্মতি দিচ্ছেন মনে হয় একটা ব্লগ পোস্টে, তবে তিনি হতাশা জানিয়েছেন মিডিয়া যে মুসলমানদের বাদ দিয়েছে পার্ক৫১ নিয়ে আলোচনার সময়ে সেটা নিয়ে:
13লক্ষ্য করুন পার্ক৫১ এর পক্ষ আর বিপক্ষের দুই দল তৈরির সময়ে যেসব মুসলিমদের কথা বলা হচ্ছে তারা ‘ভূতপূর্ব মুসলিম' আর যেসব মানুষ সাহসের সাথে ধর্মীয় স্বাধীনতার জন্য দাঁড়ায় তার মধ্যে মন্ত্রীও আছেন সকল ধর্মের, কেবল ইসলাম ছাড়া।
14আমাদের কি এটা বিশ্বাস করতে হবে যে কোন মুসলমান, মন্ত্রী বা না, এই সব ধর্মীয় দলের আলোচনায় অংশ নিচ্ছেন না, যদিও বিষয়টা ইসলামিক কমিউনিটি সেন্টার নিয়ে? আমাদের মিডিয়ার সর্বত্র আমি এই ধরনের কণ্ঠরোধ দেখি।我在媒体里处处见到这种沉默,政治人物常表示,必须突显「温和派穆斯林」存在,但温和派穆斯林如Feisal Abdel Rauf教长决定成立Park51时,却只有极端与激进穆斯林有足够发声空间,真是够了。
15রাজনীতিবিদরা লাগাতার ‘সংযত মুসলিমদের' কথা বলেন এগিয়ে আসার জন্য, আর তারা যখন আসেন, যেমন ইমাম ফায়সাল আব্দেল রাউফ করেছিলেন এই কমিউনিটি সেন্টার স্থাপনের সময়ে, তাদের বাদ দিয়ে মুসলমানদের মধ্যে যারা চরমপন্থী- ধর্মীয় আর পার্থিব- তারা যথেষ্ট স্থান পান তাদের মতামত জানানোর।
16যথেষ্ট। আরব-আমেরিকান ব্লগ কাবোবফেস্টে লেখক সানা ব্যাখ্যা করেছেন ম্যানহ্যাটানের ইতিহাসে মুসলমানদের ভূমিকার ব্যাপারে:Sana在阿拉伯裔美国人博客KABOBfest里,说明穆斯林在曼哈顿地区历史所扮演的角色:
17নিম্ন ম্যানহ্যাটন মুসলিম আর আফ্রিকানদের দাসদের শেষ আশ্রয়স্থল, যাদেরকে জোর করে নিউ ইয়র্কে পুনঃস্থাপন করা হয় যখন সেটা নিউ আমস্টারডাম ছিল। ১৯৯১ সালে খুঁজে পাওয়া আফ্রিকানদের কবরস্থান প্রস্তাবিত মুসলিম কমিউনিটি সেন্টার থেকে ছয় ব্লক দূরে।曼哈顿下城当年是许多穆斯林及非洲奴隶最终的墓地,他们被迫迁徙至纽约(当时称为新阿姆斯特丹),1991年发现的非洲人墓地距 离Park51预定地只有六个街区之遥,学者仍在争辩埋在此地的数百人信奉何种宗教,不过有些死者下葬着穿着寿衣,还有蓝色串珠陪葬(常是伊斯兰教护身 符),皆显示当初为曼哈顿建城的奴隶里包括穆斯林。
18যারা সেখানে শায়িত আছেন তাদের পরিচয় নিয়ে পণ্ডিতরা বির্তক করে যাচ্ছেন, কিন্তু এই বাস্তবতা যে এদের কিছু লাশ ঘোমটা পরিহিত ছিল নীল দানার লহরসহ, যা ইসলামের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়, এবং এটি ধারণা দেয় যে দাসদের মধ্যে মুসলমানরা ছিল যারা ম্যানহ্যাটনকে বড় শহর হিসাবে নির্মানে সাহায্য করেছে।
19অবশ্য, নিম্ন ম্যানহাটনের এই ইতিহাস ৯/১১ এর শিকারদের পরিবারের কাছে খুব কম মূল্য রাখে যারা প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের বিপক্ষে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের থেকেও বেশী চিন্তার বিষয় হল কি তাড়াতাড়ি কিছু রাজনৈতিক দল এই বিষয়টাকে ব্যবহার করেছেন তাদের নিজেদের মুসলিম বিরোধী কাজের জন্য।当然,对于抗议兴建Park51的911事件受难者家属而言,伊斯兰教在曼哈顿下城的的历史没什么意义,更令人不安的是,某些政治团体已利用这个话题,推 动自己的反穆斯林目标,拉奇欧(Rick Lazio)与裴琳的发言在众多右派恶毒言论中,犹如沧海一粟,「全国共和党信托」网站上更宣称,筹建清真寺的人士「打算为911事件恐怖份子建立圣 殿」,真是天大的谎言。
20ডান-পন্থীদের বিদ্রূপের মুখে লাজিও আর প্যালিনের মন্তব্য কেবলমাত্র এক ফোটা উস্কানি।这些言论基本上刻意将美籍穆斯林视为具有敌意的外国人,完全扭曲了纽约及其穆斯林社群。
21একটি পরিষ্কার মিথ্যার মাধ্যমে জাতীয় রিপাব্লিকান ট্রাস্টের ওয়েবসাইট ঘোষণা করেছে যে মসজিদের আয়োজকরা ‘৯/১১ এর হামলার সন্ত্রাসীদের জন্য স্মৃতিসৌধ নির্মান করতে চাচ্ছে'।
22এইসব বক্তৃতা মুসলমান-আমেরিকানদের মূলত: ভয়ঙ্কর বিদেশী হিসাবে দেখে- আর ইচ্ছাকৃতভাবে- নিউ ইয়র্ক আর মুসলমান সমাজ নিয়ে গল্প বিকৃত করে।
23পার্ক৫১ এর বিরোধীরা একটা কৌশল অবলম্বন করছেন মানহ্যাটনকে মক্কার সাথে তুলনা করে এবং এই বলে যে মক্কার ভিতরে কোন খ্রিষ্টান বা ইহুদিদের উপাসনালয় বানাতে দেয়া হয়না। ব্লগার ডেজার্ট পিস এই বিতর্ককে বাতিল করে দিয়েছেন:有些反对Park51的人士将曼哈顿与伊斯兰教圣地麦加(Mecca)相比,指称在麦加境内,不会建造任何基督教或犹太教场所,Desert Peace反驳这项说法:
24প্রথমত, আমি যতদূর জানি, মক্কাতে একজনও ইহুদি বাসিন্দা নেই, তাই সেখানে কোন সিনাগগ বানানোর কারণ কি?首先,就我所知,麦加境内毫无犹太教居民,为何要盖犹太教堂?
25সেখানে একটা আবাসভূমির ব্যবসা শুরুর জন্য?是要在当地负责屯垦吗?
26মুসলিমদের সুলহান আরুচ বা চেশ্রনট শাস বা অন্য তাল্মুদিক বার্তা শেখানোর জন্য?还是要向穆斯林散播犹太教义?
27অন্য দিকে, নিউ ইয়র্ক যদি লাখো না হয় তবে বেশ অনেক হাজার মুসলমানদের বাসস্থান। আর এই প্রকল্পের দায়িত্বে থাকা মানুষরা আমেরিকার নাগরিক যারা কোন আইন ভঙ্গ করেননি, কোন অপরাধ করেননি আর কাউকে আঘাত করেননি।反观纽约共有数十万穆斯林以此为家,负责兴建计划的人是美国公民,没有触犯任何法律、未犯下任何罪行,也未伤害任何人,若纽约穆斯林与希特勒同类,都值得我们如此深恶痛绝,那么犹太裔的纽约市长彭博既然支持这项计划,理应是个纳粹支持者。
28সত্যি নিউ ইয়র্কের মুসলমানরা যদি হিটলারের মতাদর্শের হতো যেমন এইসব ঘৃণা পূর্ণ আর উস্কানিমূলক চিহ্ন আমাদের বিশ্বাস করাতে চায়, তাহলে নিউ ইয়র্কের ইহুদি মেয়র মাইকেল ব্লুমবার্গ, যিনি এই প্রকল্প সমর্থন করেন, একজন নাজি সমর্থক অবশ্যই হবেন।
29তবে আরব-আমেরিকান ব্লগ জগতের মধ্যে সকল ব্লগার এই মসজিদ সমর্থন করেন না। ইরাকি মোজো লিখেছেন:但并非所有博客都支持社区中心兴建案,反对之声也出自阿拉伯裔美国人社群,Iraqi Mojo写道:
30তবে, রক্ষণশীল আমেরিকানদের প্রতি সম্মানার্থে আর ৯/১১ এর শিকারদের জন্য, আর এটা জেনে যে প্রস্তাবিত প্রকল্পের অর্থ সৌদি আরব আর অন্যান্য ওয়াহাবি অধ্যুষিত দেশ থেকে, আমার মনে হয় না গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ বানানোর জিদ করা মুসলিমদের ঠিক হবে।不过为尊重保守派美国人及911受难者,而且计划背后资金很可能来自沙乌地阿拉伯,或许还有其他保守的瓦哈比教派 (Wahhabi)国家,我觉得穆斯林若坚持在911事件现场附近兴建清真寺,实在是相当不智,而纽约客及市场彭博的态度,则已证明美国人相当包容伊斯兰教及穆斯林。
31এটা বলার পরে, নিউ ইয়র্ক বাসী আর মেয়র ব্লুমবার্গের কথা প্রমান করেছে যে আমেরিকানরা বেশ সহনশীল ইসলাম আর মুসলমানদের প্রতি।校对:Soup