# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে | |
2 | “সকলের সুন্দর হওয়ার অধিকার আছে!” এভাবে শুরু হয় মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতার ইশতেহার। | 柬埔寨:地雷小姐选美竞赛掀波 |
3 | নরওয়ের মোরটেন ট্রাভিক এই প্রতিযোগীতা চালু করেছেন। প্রতিযোগিতার সাইট অনুসারে, এই প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে ল্যান্ডমাইনের শিকারদের সাহস ও বল দেয়া আর সৌন্দর্য সম্পর্কে চলতি ধারণাকে চ্যালেঞ্জ করা। | 挪威的Morten Traavik创办「地雷小姐」选美比赛时,便坚持「人人都有权美丽!」,选美网站上强调,比赛是为了彰显地雷受害者,并挑战社会传统对美的定义,优胜者将获得高科技制作的义肢。 |
4 | বিজয়ী উন্নত প্রযুক্তির একটা প্রোস্থেটিক কৃত্রিম পা পাবেন। ট্রাভিক এরই মধ্যে অ্যাঙ্গোলাতে মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতার আয়োজন করেছেন আর এই মাসে ক্যাম্বোডিয়াতে এটা শুরু করতে চেয়েছিলেন যখন ক্যাম্বোডিয়ার সরকার তাদের সমর্থন ফিরিয়ে নিয়ে এটা বাতিল করে দেয়। | 他过去已在安哥拉举办「地雷小姐」比赛,本月份原本打算在柬埔寨推出,但柬埔寨政府取消支持,取消选美比赛。 |
5 | দ্যা মিরর জানিয়েছে যে অনেক প্রতিষ্ঠান, যার মধ্যে ক্যাম্বোডিয়ার পঙ্গু মানুষদের কল্যানে নিয়োজিত প্রতিষ্ঠানও আছে, এই প্রতিযোগিতার ব্যাপারে সমর্থন ফিরিয়ে নেয় যখন সমাজ মন্ত্রণালয়ের বয়স আর তরুণ পুনর্বাসন অধিদপ্তর এই প্রতিযোগীতার ব্যাপারে বিরুপ মন্তব্য করে। এই অধিদপ্তর বলে যে এই প্রতিযোগিতা পঙ্গু মানুষ সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। | The Mirror报导,柬埔寨政府社会事务与青年重建部表达不满后,包括「柬埔寨残障民众组织」等单位皆不愿支持比赛,认为该活动将造成外界对残障人士的误解。 |
6 | অবাক করার মতো ঘটনা না, এই ল্যান্ডমাইন প্রতিযোগিতা নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া শোনা গেছে। | 一如预期,外界对地雷小姐比赛反应不一。 |
7 | জিঞ্জা বলেছেন: | Jinja表示: |
8 | আমি এই সৌন্দর্য প্রতিযোগিতার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া বোধ করছি, কিন্তু এর পিছনের সাধারণ ধারণার ব্যাপারে একমত: যে অংশগ্রহণ কারীদের অধিকার আছে নিজেদের আর নিজেদের কেমন দেখতে লাগে সে ব্যাপারে গর্বিত হওয়ার, যে কোন পরিস্থিতিতে। | |
9 | প্রতিযোগিতার ক্ষতিপুরণ না করে, আমার মনে হয় এই বাতিল করা দেখায় খেমার সমাজ কি করে প্রায়ই চট করে আধুনিক আর বিদেশী ধারণার দিকে ঝুঁকে পড়ে, কেবলমাত্র ফিরে আসতে সেই পর্যায়ে যা তারা মনে করে নিরাপদ আর ঐতিহ্যবাহী। | 我对于选美比赛感到五味杂陈,不过我同意背后整体的想法,无论任何情况,参赛者有权以自己和样貌为傲,取消比赛显示柬埔寨社会虽然倾向现代与外国步调,但却又退缩回到更传统及安全的领域。 |
10 | সিএএআই সংবাদ মিডিয়া একজন পাঠকের প্রতিক্রিয়া পোস্ট করেছে, যা প্রথমে নম পেন পোস্টের সম্পাদকের কাছে চিঠি আকারে গিয়েছিল। | CAAI News Media张贴一名读者的反应,源于寄给《金边邮报》编辑的信件中,该读者质疑选美比赛形式是否能发挥彰显功能: |
11 | পাঠক প্রশ্ন করেছেন সৌন্দর্য প্রতিযোগিতার এই ধরণ ক্ষমতায়নে সহায়ক কিনা: | 就美感而言,比赛究竟强调何种美感? |
12 | আর সৌন্দর্যের কথা বললে , সৌন্দর্য সম্পর্কে কার ধারণা এখানে তুলে ধরা হচ্ছে? আমি ওয়েব সাইটে গিয়ে দেখেছি বিভিন্ন গ্রামের মহিলাদের ছবি হল্টার টপ আর ছোট জামা পরা, যা নাও হতে পারে তাদের পরা সাধারণ পোশাক, কিন্তু এটা বেখাপ্পা লাগছিল। | 我浏览网站后,发现来自各地的女性穿着露背上衣与短裙,可能并非她们平常穿着的服装, 也显得 有些突兀,主办单位完全出于善意,但鼓吹西方对「授权」的诠释,将美感及解放等同于性感及穿着清凉? |
13 | আয়েজকরা কি, উদ্দেশ্য ভালো হলেও, ‘ক্ষমতায়নের' পশ্চিমা একটা ব্যাখ্যা এখানে প্রদান করছেন যেখানে সৌন্দর্য আর মুক্তিকে এক সাথে দেখা হয় যৌনাবেদনময়ী আর ত্বক দেখানোর সাথে? | 我比较想看到这些女性穿上自己喜爱的服装,无论是西方 或传统、现代或保守,都会让她们觉得自己更美丽。 |
14 | আমি পছন্দ করতাম এই মহিলারা তাদের পছন্দের কিছু পরে থাকলে, পশ্চিমা বা ঐতিহ্যবাহী খেমারের, আধুনিক বা রক্ষণশীল, যাতে তারা নিজেদের সব থেকে সুন্দর অনুভব করত। ডিটেলস আর স্কেচি তে, খবর এসেছে যে ট্রাভিক ক্যাম্বোডিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এই প্রতিযোগিতা অনলাইনে ভোটের মাধ্যমে করাতে চান। | Details are Sketchy指出,Morten Traavik已经离开柬埔寨,但他仍打算继续推动选美比赛,改为透过网络投票,以下照片是暹粒(Siem Reap)小姐在网站上的照片。 |
15 | নীচে প্রতিযোগিতার ওয়েব সাইট থেকে প্রতিযোগী মিস সিয়েম রিপের ছবি দেয়া হল। | 校对:Soup |