# | ben | zhs |
---|
1 | দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলা নিয়ে বিশ্বকাপ বিতর্ক | 南非:巫巫兹拉惹争议 |
2 | সম্ভবত ২০১০ সালের বিশ্ব কাপের এই পর্যন্ত সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে স্টেডিয়ামে ৩২টি প্রতিযোগী দেশের ভক্তদের পড়া রঙ্গীন পোশাক। | [本文英文版原载於2010年6月14日] |
3 | কোন সন্দেহ ছাড়া, খেলার মূল উল্লেখযোগ্য শব্দ হচ্ছে ভুভুজেলার লাগাতার আওয়াজ, যা খেলা দেখতে আসা দর্শক বা যারা টেলিভিশন দেখছেন তারা ক্রমাগত শুনতে পাচ্ছেন। এই বিশেষ শব্দ বিতর্কের সৃষ্টি করেছে যে ভুভুজেলা বিশ্বকাপের অভিজ্ঞতাতে কিছু যোগ করছে নাকি কেড়ে নিচ্ছে। | 2010年南非世界杯足球赛中,令人印象最深刻的画面,或许是崭新的场馆或各国球迷服装五彩缤纷,但令人印象最深刻的声音,肯定是无所不在的巫巫兹拉(vuvuzela),无论是在场球迷或电视观众都永难忘怀,人们也在讨论,究竟这个声音是让世足赛体验更好或更糟。 |
4 | স্থানীয় দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রেমিকদের জন্য খেলা দেখার সময় স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ভুভুজেলা বাজানো, আর তারা ভাবেন যে এত চিন্তার কি আছে। তবে, আন্তর্জাতিক দর্শকদের জন্য এই প্লাস্টিকের বাদ্যযন্ত্রের শব্দ বিশেষ একটি কিছু। | 对南非本地足球迷而言,巫巫兹拉向来是球赛不可或缺的一部分,亦不明白为何大家小题大作,但在国际球迷与观众耳中,这却是从未经历的感受。 |
5 | ফুটবলের শহরে ভুভুজেলার ছবি। তুলেছেন আলভেজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | 足球场上的巫巫兹拉,照片来自alvez,依据创用CC授权使用 |
6 | এই বিতর্ক ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সময় থেকে শুরু হয়, যেটা বিশ্বের অনেক ফুটবল প্রেমিকের কাছে এই শব্দের সাথে প্রথম পরিচয়। | |
7 | কেউ কেউ স্টেডিয়াম থেকে ভুভুজেলাকে নিষিদ্ধ করার আহ্বান জানান যাদের মতে এর ফলে খেলার মজা নষ্ট হয়। ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, অবশ্য ২০১০ সালের বিশ্ব কাপে ভুভুজেলার পূর্ণ ব্যবহারের সমর্থন দেন। | 相关论辩其实始於2009年洲际国家杯足球赛,当时同样在南非举行,也是全球许多足球迷首次接触巫巫兹拉的声响,有些人要求在球场内禁止使用巫巫兹拉,宣称已剥夺观赛乐趣,但国际足总主席Sepp Blatter则完全支持在2010年世足赛使用巫巫兹拉,强调「我们不该让非洲主办的世足赛和欧洲一样」。 |
8 | তিনি বলেছেন, ”আফ্রিকার বিশ্ব কাপকে আমাদের ইউরোপের মতো করা উচিত না।“ এখন খেলা শুরু হবার মাত্র কয়েক দিনের মধ্যেই, যারা এই ব্যাপারে অভিযোগ করেন তারা ইন্টারনেটে এ নিয়ে ব্যপক আলোচনা করছেন। | 但自从世足赛开打以来,许多人都在网路上抱怨巫巫兹拉的声响,有些人则为它辩驳,还有些人斥责其他人不该抱怨,虽然有报导指称,国际足总由於电视观众不满,已打算对巫巫兹拉设限,许多人觉得现状不会改变。 |
9 | এমন কি যারা এটি সমর্থন করেন তারাও যোগ দিয়েছেন আলোচনায় আর ভুভুজেলার বিপক্ষের লোকদেরকে যারা সমালোচনা করছেন তারাও বসে থাকেন নি। যদিও এমন শোনা যাচ্ছে যে যারা টেলিভিশন দেখছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করতে পারে, অনেকে মনে করছেন এটা চলতেই থাকবে। | 叙利亚Twitter用户Anas Qtiesh对比巫巫兹拉与昆虫鸣叫声,认为「我们要在球场上燃烟驱虫,因为蜜蜂嗡嗡叫的声音已失控」,Twitter网站上也出现好几个帐号,鼓励人们多加抱怨巫巫兹拉,如@stopvuvuzela丶@vuvuneela及@vuvunee。 |
10 | সিরিয়ার টুইটার ব্যবহারকারী আনাস কিতিয়েশ একঝাঁক পোকার সাথে এই শব্দের তুলনা করেছেন আর লিখেছেন, ”আমাদের দরকার স্টেডিয়ামে কীটনাশক দেয়া, মৌমাছির ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।“ | |
11 | বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট বের হচ্ছে ভুভুজেলা সম্পর্কে আরো বেশি অভিযোগকে স্বাগত জানানোর জন্যে - যেমন @স্টপভুভুজেলা, @ভুভুনিলা আর @ভুভুনি। | 也有人起身捍卫南非足球传统,Michelle Sibanda(@pinkminx36)表示: |
12 | অন্যরা দক্ষিণ আফ্রিকার ফুটবলের ঐতিহ্যকে দ্রুত সমর্থন করেছেন। মিশেল সিবান্দা (@পিঙ্কমিঙ্কস৩৬) লিখেছেন: | 巫巫兹拉是我国一项传统,所以我们不会停止使用,各位也可以一直抱怨至比赛结束! |
13 | ভুভুজেলা আমাদের দেশের ঐতিহ্যের অংশ…তাই না, আমরা এটা বাজানো বন্ধ করবো না আর গরু বাড়ি না ফেরা (সূর্যাস্ত) পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারেন!!!” কারো কারো জন্য ভুভুজেলার গুনগুন আওয়াজ মজার মনে হয়েছে, যারা তাদের অভিযোগকে হালকা ভাবে দিয়েছেন। | 有些人在广大批评声浪中找到幽默之处,并置入自己的看法中,例如Daniel Reeders(@onekind)认为: |
14 | ড্যানিয়েল রিডার্স (@ওয়ানকাইন্ড) জানিয়েছেন: | 西方世界发现非洲既大声丶刺耳又令人难以招架,於是转向Twitter抱怨连连。 |
15 | পশ্চিমা বিশ্ব আফ্রিকাকে আবিষ্কার করেছে, এটাকে জোরালো, নিয়ম ছাড়া আর অতিরঞ্জিত - এই হিসেবে - আর তাই টুইটারের আশ্রয় নিয়েছে অভিযোগ করার জন্য #ভুভুজেলা | Karabo Harry(@kayrabH)则建议: |
16 | পরিশেষে, কারাবো হ্যারি (@কায়রাবিএইচ) সব আলোচনা বিবেচনা করে একটি পরামর্শ দিয়েছেন: | 若巫巫兹拉让各位觉得很烦,就戴上耳塞,然後开始抱怨文盲丶贫穷等其他大问题。 |
17 | #ভুভুজেলার শব্দ যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি #কানের প্লাগ ব্যবহার করবেন আর এর থেকেও বড় জিনিষ যেমন #অশিক্ষা আর #দারিদ্রতা নিয়ে অভিযোগ করুন। | 校对:Soup |