# | ben | zhs |
---|
1 | পাকিস্তান: শিশু নির্যাতন বাড়ছে | 巴基斯坦:儿虐案件增加 |
2 | পাকিস্তানে শিশু নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছে। | 巴基斯坦的儿虐案件正令人不安的增加。 |
3 | ইউনিসেফের স্থানীয় অফিসার শামশাদ কোরেশির বক্তব্য অনুসারে এর কারণ আইনের যথাযথ প্রয়োগের অভাব, বাবা মার অযত্ন এবং শিশু আর সমাজের মধ্যে সচেতনতার অভাব। | 据联合国儿童基金会当地人员Shamshad Qureshi指出,其原因是缺乏适当执法、家长疏忽以及儿童与社会的意识缺乏。 |
4 | তিনি আরো বলেছেন যে পাকিস্তানে শিশু নির্যাতনের মূল কারণ হচ্ছে বাবা মার অবহেলার কারণে বাচ্চাদের কাছে অন্য লোকের সহজে আসতে পারা। | 他还表示恋童狂发生在巴基斯坦的主要因素,是父母对儿童的疏忽使人们容易接近儿童。 |
5 | বাংলাদেশ ফরেন পলিসি ব্লগে ফাহিম হায়দার পাকিস্তান আর বাংলাদেশে শিশু নির্যাতন আর শিশু শ্রমের ব্যাপারটা আলোচনা করেছেন। | Faheem Haider于其博客Bangladesh Foreign Policy中讨论了关于巴基斯坦及孟加拉的儿虐以和童工。 |
6 | তিনি রাখ-ঢাক করেননি যখন তিনি শিশু নির্যাতনের আর একটা খুব সাধারণ দিক তুলে ধরেছেন: | 他不讳言的告诉我们另一种儿童虐待中很常见的一面: |
7 | “বাড়তে থাকা পরিবারকে খাবার দিতে না পেরে মরিয়া পিতা মাতাদের সন্তানদের সচ্ছল পরিবারে পাঠায় চাকর, বা দাই হতে (আরো সঠিকভাবে বলতে গেলে বাচ্চাদের রাখার দায়িত্ব পালনের জন্য এইসব বাচ্চাদের নিয়োগ দেয়া হয়)। | 由于无法养活不断增大的家庭,绝望的父母将其子女交给富裕家庭作为仆人、侍女或保姆(因为这些儿童受雇于那些家庭中,称为 儿童家 管更为适当)。 |
8 | এই বাচ্চারা তখন কার্যকরভাবে তাদের নিয়োগকর্তার দায়িত্বে পরিণত হয় আর প্রায় ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হয় তাদের সাথে। | 实际上雇主成为这些孩子的监护人,而且往往视他们为个人财产一样对待。 |
9 | জন্মদাতারা দৃষ্টির বাইরে থাকেন, হয়ত শত মাইল দূরে, এটা হয়ত না জেনে যে তাদের বাচ্চারা তাদের বদরাগী আর নিষ্ঠুর মালিকদের কাছে হাড় আর মাংসের একটা বোঝার চেয়ে বেশী কিছু না। | 生父母可能远在千里之外,殊不知孩子们因雇主的善变易怒而成为受害 者。 |
10 | এইসব বাচ্চাদের জন্য ন্যায় বিচার অনুপস্থিত আছে। | 正义遗忘了这些孩子。 |
11 | তারা দারিদ্রের ভাসমান উদাহরণ আর দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দুষ্টদের জন্যে প্যাকেটে মোড়া পুরষ্কার। | 他们是生活不稳定的贫民,也是精神错乱的包装礼品。 |
12 | সুযোগ তাদের আসে না; পরিণতি অনির্দিষ্ট থাকে আর তারা কোন লক্ষ্যের দিকে কাজ করছে তা তাদের জানা থাকে না। | 机会帮不到他们;结果仍是未知,他们也不知道自己应有何种结果。 |
13 | বিচার এই বাচ্চাদের জন্য অমনোযোগী শিক্ষকের মতো।“ | 正义对这些孩子而言只是个漫不经心的导师。 |
14 | ফাতিমা ভুট্টো কেবলমাত্র প্রভাবশালী রাজনৈতিক উত্তরাধিকারী না বরং একজন মানবাধিকার কর্মী। | Fatima Bhutto不仅是一个有影响力的政治继承人,也是一个人道主义者。 |
15 | দ্যা ডেইলি বিস্টে একটা ব্লগ পোস্টে তিনি বেশী কিছু বলার বাকি রাখেন না শিশু নির্যাতনের একটা নির্মম চিত্র দিয়ে: | 在博客The Daily Beast的一篇文章中,她描写了一段残忍的儿童虐待事件,令人哑口无言: |
16 | “সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছে ১২ বছরের কাজের মেয়ের নৃশংস হত্যার সাম্প্রতিক ঘটনা - যা বিশ্বাস করা হচ্ছে তার ক্ষমতাবান মালিক করেছে। | 据信遭有权势的雇主残酷谋杀的12岁女佣震惊了全国。 |
17 | কিন্তু দুর্নীতিগ্রস্ত সরকার বা ধনী নারীর জন্যে সম্মান হত্যা (হনর কিলিং), দেশের ধনীরা সব থেকে বেঁচে যায়। | 但从腐败的政府到一名遭荣誉处决的富婆,国家里的有钱人总能逃过制裁。 |
18 | শাজিয়া মাসিহ মাত্র ১২ বছরের ছিল যাকে তার বয়সের থেকে ছোট লাগতো। গত সপ্তাহে তাকে খ্রীষ্টানদের দাফন অনুষ্ঠানের মাধ্যমে লাহোর ক্যাথিড্রাল চার্চে দাফন করা হয়। | Shazia Masih,一个看起来比其实际年龄12岁更小的小女孩,上周以基督教仪式被安葬于拉合尔(Lahore)的大教堂。 |
19 | সে লাহোর বার এসোসিয়েশনের ধনী আর ক্ষমতাধর ভূতপূর্ব প্রেসিডেন্টের বাড়িতে কাজ করতো, আর মাসে ৮ মার্কিন ডলার এর বদলে সে মালিকের টয়লেট পরিষ্কার করতো, তাদের শহরের গ্যারেজে রাখা গাড়ি আর তাদের বাড়ির মাটিতে থাকা ময়লা পরিষ্কার করতো। | 她曾受雇于有钱有势的拉合尔律师公会前主席,她打扫雇主的厕所、郊区车库中的所有车辆、以及家中地板堆积的污物,每月所得是慷慨的8美金。 |
20 | এই ইউটিউব ভিডিও দেখাচ্ছে যে একজন সরকারী স্কুলের শিক্ষক ছাত্রকে নির্যাতন করেছে শাস্তি দেয়ার নামে কিন্তু কেউ এটা নিয়ে কিছু করেনি। | 这则YouTube视频显示出,公立学校教师滥用体罚虐待学生,但没有任何人有所作为。 |
21 | ‘শিশু নির্যাতন' এই কথা দ্বারা শিশুদের প্রতি করা অনেক ধরনের নির্যাতন বোঝায়। | 「虐待儿童」一词涵盖了对未成年人广泛不同的罪行。 |
22 | এটা দ্বারা শারিরীক আর মানসিক কষ্ট বোঝায়। | 包括了身体和精神上的创伤。 |
23 | যখন বড় কেউ কোন শিশুকে যৌন খেলনা হিসাবে ব্যবহার করে সেটা শিশু নির্যাতন। | 当成年人企图以儿童为性玩具就是虐待儿童。 |
24 | যখন বড় কেউ তার শ্রমের চাহিদা স্বল্প মূল্যে আদায় করতে চায় তখন তা শিশু নির্যাতন। | 当成年人企图以较 低成本满足其劳力需求时也是虐待儿童。 |
25 | যখন কোন শিশুর সুযোগ গ্রহন করে তাকে বিক্রি করা হয় অর্থ বা অর্থ ছাড়া অন্য কোন জিনিষের জন্য সেটাও শিশু নির্যাতন। | 当一个孩子作为一种商品被剥削利用、被以货币或非货币形式交易是虐待儿童。 |
26 | যখন বড় কেউ কোন শিশুকে তার সামর্থ্যের বাইরে জোর দেয় কোন কিছু করতে স্বাস্থ্যের চিন্তা না করে তখন তা শিশু নির্যাতন। | 当成年人忽略所有儿童的健康准则,强迫儿 童做超过能力所及的事便是虐待儿童。 |
27 | পাকিস্তান একটা দেশ যা তার শিশুদের রক্ষায় উল্লেখযোগ্য কিছু করে না। | 在保护儿童免于许多恐怖儿虐方面,以国家而言巴基斯坦做的很少,使儿童暴露在周围的大片牧场中。 |
28 | ফলে শিশু নির্যাতনের বিভিন্ন ধরনের বিভীষিকার সম্মুখীন তাদের প্রায় হতে হয়। | 校对:Soup |