Sentence alignment for gv-ben-20101115-13372.xml (html) - gv-zhs-20101123-6787.xml (html)

#benzhs
1ভিডিও: সমকামী কিশোরদের জন্য ইট গেটস বেটার প্রকল্প影片:同志生活会好转
2কিশোর পুরুষ সমকামীদের আত্মহত্যার প্রবণতা থেকে রক্ষা করার এক উপায় হিসেবে ড্যান স্যাভেজ, ইট গেটস বেটার প্রজেক্ট নামের একটি প্রকল্প চালু করছেন, যেখানে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পুরুষ সমকামীর জীবন কেমন হতে পারে: তা অনেক উন্নত হতে পারে। এবং বিশ্বের অনেক প্রান্ত থেকে অন্য ব্যক্তিরা তাদের জীবনের ঘটনা জানাচ্ছে।“一切会好转计划”(It Gets Better Project)由Dan Savage发起,希望透过影片,说明同性恋长大成人后的生活会更好,以阻止同志青少年选择自杀,世界不同地区的人们都在此分享故事。
3ডেভ বলছে কি ভাবে ইজরায়েলের ধর্মীয় এক মিশনারী পরিবারে সে বেড়ে উঠেছে, এমনকি কি ভাবে সে তার সমস্যা সমাধানের জন্য শয়তান তাড়ানোর মত বিষয়ের কথা ভেবেছিল এবং যৌনতার শুরুর সময়, সে বিষয়ে তার প্রচেষ্টা ও ধর্মীয় জ্ঞানের সাথে তা মেলানোর বিষয় সম্বন্ধে সে বলছে।
4ফিনল্যান্ড থেকে একদল ব্যক্তি সমকামী হিসেবে তাদের বেড়ে ওঠার কাহিনী জানাচ্ছে।Dave描述在以色列传教士家庭里成长的经验,甚至曾经觉得驱魔仪式或许能解决问题,以及他如何试图理解自己的信仰与性倾向。
5টেডএক্সহেলসিঙ্কি সম্মেলনে এই ভিডিও প্রদর্শিত হয়েছিল। সুইডিশ ও ইংরেজী ভাষায় এর মুদ্রিত সংলাপ বা সাবটাইটেল প্রদান করা হয়েছে।芬兰也有一群人分享自己的同志成长经验,这段影片已在TEDxHelsinki活动播放,备有瑞典文与英文字幕:
6বাসহার মাকহায় বলছে, একজন মধ্য পুর্বদেশীয় পুরুষ সমকামী হিসেবে তার পরিচয়কে গ্রহণ করার প্রক্রিয়ার কথা, অথবা সে নিজেকে এক পুরুষ সমকামী চালডিয়ান (ইরাকী খ্রীষ্টান সম্প্রদায়) ইরাকী-আমেরিকান আধুনিক খ্রীষ্টান মানব বলে অভিহিত করে। এই ভিডিওর যদি সিসি চাবিটি টিপেন তাহলে আপনি ইংরেজী সাবটাইটেল দেখতে পাবেন:Bashar Makhay谈到接受自己身为中东男同志的历程,或是如他所言,自己是个“同志迦勒底伊拉克美国基督教进步男性”,只要到YouTube网站,点选影片右下角的CC标志,就会有英文字幕:
7এক তরুণ মুসলিম পুরুষ সমকামী, পাকিস্তানের এক শিয়া মুসলিম পরিবারে অত্যন্ত ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার বিষয় সম্বন্ধে বলছে; কি ভাবে সেখানে সে হয়রানির মত বিষয় মোকাবেলা করেছে, তার ধর্মীয় বিশ্বাস এবং তার যৌনতার বিষয়টিকে পরিবার কি ভাবে দেখেছিল সে বিষয় সম্বন্ধে জানাচ্ছে:
8স্প্যানিশভাষী সম্প্রদায় থেকে “টোডো ভা আ মেখোরার” শিরোনামে বেশ কয়েকটি ভিডিও পাওয়া গেছে।一位年轻的穆斯林同志说出,自己在虔诚的巴基斯坦什叶派家庭成长经验,怎么面对尴尬、宗教信仰及家人的态度:
9এ রকম একটি ভিডিও উঠিয়ে দিয়েছে গুয়াতেমালার কনস্টানটিনো, যে এখন নিউ ইয়র্ক শহরে বাস করছে। একটি অন্ধ স্বদেশভক্ত এক সমাজে বেড় ওঠা, তার দ্বিধা এবং কি ভাবে সে সমাজে আটকে যাওয়া এবং স্বপ্নের অনুসরণ করার জন্য যে অনেক দুর যেতে হয়, এ সব বিষয়ে সে কথা বলছে।西班牙语社群也有多段影片题为“Todo va a Mejorar”,例如来自瓜地马拉的Constantino现居美国纽约,他上传一段影片,提及在男性沙文主义社会成长、自我怀疑,以及坚持下去、追随梦想会有何改变,他目前正在实践梦想:
10বর্তমানে সে তার স্বপ্নের জগতে বাস করছেন। গ্রীসের প্রথম প্রজন্মের এক অভিবাসী হিসেবে গ্রীককাব বলছে নিজের কাছে সৎ থাকার গুরুত্বের কথা।身为来自希腊的第一代移民,greekcub提到对自己坦白的重要性,不论传统文化价值是否与幸福快乐并不相容,他在影片最后特别录下一段话,给正在困境中成长的希腊同志青少年:
11যদিও ঐতিহ্যগত সংস্কৃতির ধারা, সুখী হবার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ মনে নাও হতে পারে এবং সব শেষে, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া যে কোন গ্রীক সমকামী কিশোরের জন্য এক বিশেষ বার্তা ধারণ করেছেন:
12এবং সবশেষে এএসএল-এ কেলি কিম ব্যাখ্যা করছে, বধির হবার কারণে তার বেড়ে ওঠার মত বিষয়টিকে বেছে নেওয়া হয়েছে এবং তাকে পীড়ন করা হয়েছে। যতক্ষণ না সে চূড়ান্তভাবে তার গোপন আচরণ প্রকাশের সিদ্ধান্ত নেয়, ততক্ষণ সে তার যৌন আচরণের প্রতি তার কোরিয় পরিবার প্রতিক্রিয়া কি সেটি নিয়ে সে শঙ্কিত ছিল।Kelly Kim以美国手语表达,自己从小因听障受欺负的成长经验,又害怕韩裔家庭对他的性倾向有何反应,后来他才决定出柜,影片有英文字幕:
13এই ভিডিওটি ইংরেজীতে করা হয়েছে। ইট গেটস বেটার প্রজেক্ট ও একই সাথে ইউটিউবে এ রকম আরো অনেক ভিডিও পাওয়া যাবে।计划网站及YouTube都有更多影片,希望从这些影片及故事里,因与众不同而受欺负的青少年才能找到支持与启发力量。
14আশা করা যায়, আলাদা হবার কারণে কোন কিশোর যদি পীড়নের শিকার হয়, তাহলে এই সমস্ত ভিডিও দেখে এবং গল্পগুলো শুনে সে সমর্থন এবং উৎসাহ লাভ করবে।校对:Soup