Sentence alignment for gv-ben-20110809-19300.xml (html) - gv-zhs-20110811-9643.xml (html)

#benzhs
1যুক্তরাজ্যঃ লন্ডন জ্বলছে (ভিডিও)英国:伦敦暴动未退
2৪ আগস্ট,২০১১ তারিখে উত্তর লন্ডনের টটেনহাম এলাকায় পুলিশ ২৯ বছরের এক যুবককে খুন করে, এই ঘটনা বর্ণবাদী উত্তেজনার সৃষ্টি করে।2011年8月4日,英国伦敦北区Tottenham一名29岁男子遭警方杀害,引起社会众怒,再加上种族关系紧绷影响,演变为英国各地暴动及抢劫事件频传。
3এক পর্যায়ে তরুণরা সারা লন্ডন এবং যুক্তরাজ্যের অন্য সব শহর জুড়ে দাঙ্গা এবং লুটপাটের মত ঘটনার সৃষ্টি করে। টুইটারে #লন্ডনরায়ট নামক হ্যাশট্যাগের মাধ্যমে সর্বদা তাজা সংবাদ প্রদান করা হতে থাকে, যার সাথে মন্তব্য, লিঙ্ক, গুজব এবং প্রত্যক্ষদর্শীর সংবাদ যুক্ত করা হতে থাকে।人们在Twitter网站运用#LondonRiots标签,不断提供新连结、留言、传言、目击记录;也有许多人希望暴动能落幕,则使用#RiotCleanup标签,动员志工协助清理街道、修理损失。
4এখানে এই আশাবাদ প্রদর্শন করা হতে থাকে যে, শীঘ্রই দাঙ্গার সমাপ্তি ঘটবে। যে সমস্ত নাগরিকরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা পরিষ্কার করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে তারা #রায়টক্লিনাআপ নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে।暴力事件始于8月6日,群众在警局外抗议,要求为受害者Mark Duggan争取公道,英国广播公司的时间表显示,活动原本平和,最后却有许多车辆、建筑物、一辆双层巴士陷入火海。
5এই দাঙ্গার সূত্রপাত শনিবার ৬ আগস্ট-এ, যখন টটেনহামের পুলিশ স্টেশনের বাইরে একদল বিক্ষোভকারী ঘটনার শিকার মার্ক ডুগান এর জন্য বিচার চাইতে শুরু করে।
6বিবিসির সময়সূচী অনুসারে এই বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছিল, কিন্তু তা শেষ হয় গাড়ি, ভবন এবং একটি দোতালা বাসে অগ্নিসংযোগের মাধ্যমে।Prokopi Constantinou拍摄附上时间记录的影片,遥望伦敦北区于8月7日清晨火光及浓烟四起(音乐来自Dogtanion):
7প্রোকপি কন্সটান্টাইনুর একটানা ধারণ করা একটি ভিডিও প্রদর্শন করছে ৭ আগস্ট ভোরবেলা, উত্তর লন্ডন জুড়ে আগুনের লেলিহান শিখা আর ছড়িয়ে পড়তে থাকা ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।记者KC Wildmoon在Storyful网站上持续记录,眼看暴动逐渐自星期天起延烧到隔天,也从伦敦蔓延至恩菲德、达斯顿、布里斯顿等地。
8( এই ভিডিওতে যে সঙ্গীত ব্যবহার করা হয়েছে তা ডগটানিওনের):电波未来学家James Cridland呈现暴动扩散范围,从地图可见远至伯明罕及利物浦均有事件发生。
9যখন রোববার ও সোমবার-এ লন্ডনের এনফিল্ড, ডালস্টোন এবং ব্রিক্সটোন-এ দাঙ্গা ছড়িয়ে পড়ে, তখন সাংবাদিক কেসি ওয়াইল্ডমুন গল্পের মত করে ঘটনার সরাসরি বর্ণনা প্রদানের জন্য লাইভব্লগ করতে থাকে ।
10রেডিও ফিউচারলজিস্ট-এর জেমস ক্রিডল্যান্ড (@জেমসক্রিডল্যান্ড)-এর এই মানচিত্র প্রদর্শন করছে দাঙ্গা আসলে কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
11এই মানচিত্রের পুরো তালিকা প্রদর্শন করছে যে এই ঘটনা বার্মিংহাম এবং লিভারপুলে ছড়িয়ে পড়ছে।民众也用各种影片、照片和地图,追踪各地暴力情形。
12View London riots / UK riots: verified areas in a larger map ভিডিও, ছবি এবং মানচিত্রের মাধ্যমে নাগরিকরা এই সংঘর্ষ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে তা চিহ্নিত করছে, আর এর মধ্যে দিয়ে তারা তাদের কার্যক্রম সমাধা করছে।8月8日,全球之声作者Janet Gunter建立“布里斯顿事件地图”,运用Ushahidi网站的Crowdmap.com工具,瞭解她居住的伦敦西南区情况。
13সোমবার সকালে, গ্লোবাল ভয়েসেস-এর ব্লগার জ্যানেট গুন্টার উশাহিদির ক্রাউডম্যাপ. কম ব্যবহার করে ব্রিক্সটন-এর ঘটনাবলী সংক্রান্ত মানচিত্র স্থাপন করেছে, যাতে তার দক্ষিণ লন্ডনের আশেপাশের এলাকার দাঙ্গার সংবাদ চিহ্নিত করা যায়।当天地图上共出现22起抢劫事件通报内容,只有一起“好消息”,意即一家蛋糕店免费发放杯子蛋糕;该网站收到的影片里,@subedited和@emmareyn拍摄在主要商店街布里斯顿路上,T-Mobile通讯行遭到洗劫从头到尾经过,歹徒离开隔壁的H&M服饰店时,也是双手抱满衣物。
14দিনের শেষে ওয়েবসাইটে ২২ টি লুটপাটের ঘটনা পাওয়া যায় এবং একটি মাত্র ভালো সংবাদ আসে, এই ভালো সংবাদ হচ্ছে স্থানীয় এক বেকারী সবাইকে বিনে পয়সায় কাপকেক খাওয়ানোর উদ্যোগ নেয়।
15এই সাইটে পোস্ট করা ভিডিওর মধ্যে @সাবএডিট এবং @এমমারেয়ান-এর ভিডিও একটি টি-মোবাইলের দোকান লুট হবার ঘটনা প্রদর্শন করছে (মূল বাণিজ্যিক এলাকার রাস্তায়)।
16প্রথম থেকে ঘটনার শেষ পর্যন্ত ভিডিও ধারণ করা হয়েছে। এর ঠিক পরের দোকানটি হচ্ছে এইচএন্ডএম-এর, লুটেরার এখন থেকে দুই হাত ভর্তি করে কাপড় নিয়ে বের হয়।連結:http://www.youtube.com/watch?
17পূর্ব লন্ডনের কেন্দ্রীয় এলাকা বেথনাল গ্রীন-এর একটি ভিডিওতে দেখা যাচ্ছে তরুণরা বোতল এবং দোকানের সামনের জানালা ভাংচুর করছে এবং বিপুল সংখ্যক পুলিশ ঢাল হাতে তাদের দিকে এগিয়ে যাচ্ছে।
18নাগরিক সংবাদ ওয়েবসাইট ব্লটর. কম সারা যুক্তরাজ্যের ক্রাউড সোর্স (অজস্র সংবাদের মাঝে মুল ঘটনা) সংবাদ এবং ছবি প্রদান করেছে।v=hv6lnIIOuKc (無法嵌入)
19কিন্তু কেন? যখন ভাঙচুর চলছিল, তখন দাঙ্গাকারীদের প্রতি জনতার সহানুভূতি ছিল খুব সামান্য।伦敦东区的Bethnal Green社区里,亦有影片记录年轻人砸碎瓶罐和商家橱窗,大批警力则高举盾牌步步进逼。
20@অক্সফোর্ড গার্ল যার টুইট অনেকের মন্তব্যের প্রতিধ্বনি করেছে, সে বলেছে:公民新闻网站Blottr.com也收集英国各地的公民报导及照片。
21@অক্সফোর্ডগার্ল, এখানে কোন দাঙ্গা নেই, কোন বিক্ষোভ নেই, কোন দাবী দাওয়া নেই অথবা কোন স্লোগান নেই, এটা কেবল সবকিছু লুট হচ্ছে এবং লন্ডন শহরকে ধ্বংস করা হচ্ছে।
22স্রষ্টা আমাদের সাহায্য করুন# লন্ডনরায়ট原因为何?
23গীত রচয়িতা এবং এমসি (মাস্টার অফ সিরিমনি বা উপস্থাপক) ক্যাসি রেইন, বার্মিংহাম-এর দাঙ্গার ক্ষেত্রে একটি টাম্বলার ব্লগ স্থাপন করেছে, যেখান ছবি এবং তাজা সংবাদ প্রদান করা হচ্ছে।
24সোমবারে সে এক ব্যক্তিগত মন্তব্য পোস্ট করেছে, যেখানে সে আহ্বান জানায়, জনতা যেন দাঙ্গাকারীদের প্রতি খানিকটা সহানুভূতি প্রদর্শন করে:
25এই ধারণা তৈরি করা খুব সহজ যে, দাঙ্গাকারীদের কিছু করার না, তাই তারা দাঙ্গা করছে।
26এই বলে তাদের বাতিল করে দেবার বিষয়টি খুব সহজ।破坏事件仍不断自各地传来,大众对暴动民众也逐渐失去耐性。
27কিন্তু এখানে যে সমস্যা রয়েছে তা আরো অনেক গভীরে গ্রথিত।@OxfordGirl和许多人都在Twitter网站上表示:
28এক তরুণ, পুরুষ, সংখ্যালঘু জাতির একজন যে আমার এই শহরের বাসিন্দা, এ রকম সম্ভাবনা রয়েছে যে, তাদের অনেককে সম্ভবত আমি চিনি।
29আমি এই অনুভূতিকে অসহায়ত্বের সাথে যুক্ত করতে পারি। আমি সৌভাগ্যবান যে সঙ্গীতজ্ঞ হিসেবে আমি সফল হয়েছি এবং আমি এক উন্নত ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়েছি।现在没有暴动、没有抗议、没有诉求、没有标语,只有人在伦敦破坏与打劫,愿上天帮助我们。
30কিন্তু যে সব তরুণরা দাঙ্গায় লিপ্ত, তারা তাদের নিজেদের আদৌও কোন ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সামগ্রিক ভাবে একটি সমাজের দ্বারা তারা ব্যর্থ নাগরিকে পরিণত হয়েছে।作曲人Casey Rain针对伯明罕暴动成立Tumblr博客,转载各种照片及讯息,他在8月8日呼吁民众对暴动人士保有同理心:
31সরকারের কারণে তারা ব্যর্থ হয়েছে, যে সরকার তাদের শিল্পের তহবিল কমিয়ে এনেছে এবং তরুণ সংঘ নামক কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে। বেকারত্ব এখন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, যেখানে প্রাণপণে চেষ্টা করেও তারা কেউ কোন কাজ জোগাড় করতে পারছে না এবং এই সকল ঘটনার উত্তাপের ( মার্ক ডুগান) ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা একেবারে বাস্তব।要批评暴动群众只是“一群无所事事的人”,当然很容易,但其中还有更深层的问题,我自己是一名住在市区的少数族裔年轻男性,很可 能认识部分暴动人士,我能理解那种无助感,我很幸运能藉由音乐创作而成功,也能创造自己的美好未来,但这些孩子看不见未来,社会整体遗弃他们,政府削减艺 术经费、关闭青年中心,也等于遗弃他们;失业率如此高,再怎么努力都找不到工作,Mark Duggan之死让一切沸腾,情况非常写实。
32গার্ডিয়ান নিউজ ব্লগ পুরো ঘটনার তাজা সংবাদ প্রদান করে যাচ্ছে। ফেসবুকের বেশ কিছু গ্রুপ দাঙ্গার সংবাদ চিহ্নিত করে যাচ্ছে, যার মধ্যে লন্ডন রায়ট ২০১১ এবং লন্ডন রায়ট অন্যতম।英国《卫报》新闻博客持续提供最新进展,London Riots 2011、London Riots等Facebook群组亦在追踪暴动消息。
33সিলভিয়া প্রেসলি (@প্রেসলিসিলভিয়া) এবং এস্টেরিস মাসোউরাস (@এস্টেরিস) গবেষণা এবং লিঙ্ক-এর ব্যাপারে সাহায্য করেছে।感谢Sylwia Presley(@PresleySylwia)与Asteris Masouras(@Asteris)协助收集内容与提供连结。