# | ben | zhs |
---|
1 | ইরানঃ পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা গ্রেফতারের ঘটনায় গড়িয়েছে সকলেই জানে যে আগুন নিয়ে খেলতে নেই। | 伊朗:惹祸上身的水仗游戏 |
2 | দৃশ্যত মনে হচ্ছে ইরানে পানি নিয়ে খেলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে। অন্তত ইরানের কিছু তরুণ এই শিক্ষা লাভ করে তখন, যখন গত সপ্তাহে রাস্তায় পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলার কারণে ইরানের নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। | 大家都知道别玩火,在德黑兰似乎连玩水也能引起问题,至少这是几位伊朗青少年学到的“教训”,上周他们因在街上参与打水仗游戏而被安全部队逮捕了,脸书在聚集数百位青少年参与该活动上发挥了重大的作用。 |
3 | এই খেলায় কয়েকশ তরুণ তরুণীর অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে ফেসবুক [ফার্সী ভাষায়] এক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছিল। | 根据伊朗基督教通讯社报导: |
4 | ইরানিয়ান খ্রিস্টান নিউজ এজেন্সির সুংবাদ অনুসারে: [তেহরানের পুলিশ প্রধান সাজেদিনিয়া] সতর্ক করে দিয়ে বলেছেন “ যে সব তরুণরা আমাদের প্রথা মানতে অস্বীকার করার জন্য সমবেত হবে, আমরা সে সব সমাবেশ ভেঙ্গে দেব।”। | [德黑兰总警长Sajedinia]警告:“我们会压制青少年试图藐视规范的举动”明显意指青少年以互联网和短信召集其他人,到德黑兰的公共场所参与男女混合的趣味游戏和群体活动。 |
5 | তরুণরা যে ইন্টারনেটে এবং টেক্সট মেসেজের মাধ্যমে প্রকাশ্য স্থানে একত্রিত হয়ে ছেলে মেয়ে মিলে এবং দলবলে তেহরানের প্রকাশ্য স্থানে মজা করার আহ্বান জানাচ্ছে, মূলত তিনি সেই বিষয়টি উল্লেখ করে এই কথা বলেন। | 昨日有几个伊朗保守媒体对打水仗的场面提出异议,如湿衣服和女孩面纱往后推。 |
6 | গতকাল ইরানের বেশ কিছু রক্ষণশীল প্রচার মাধ্যম পানির লড়াইয়ের দৃশ্য প্রদর্শন করে, ভেজা কাপড় এবং মেয়েদের শরীর ঢেকে ঠিকমত পোশাক না পরার কারণে তারা আপত্তি জানিয়েছিল। | 几位博客以嘲讽和忿怒回应这些报导。 |
7 | বেশ কিছু ব্লগার পরিহাস এবং ক্ষোভের মাধ্যমে এই সংবাদের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেঃ | Nedaye Sabz写道: |
8 | নেদাইয়া সাবজ লিখেছে [ফার্সী ভাষায়] : এই দেশে যদি আপনি পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে, কিন্তু যদি আপনি ধর্ষণ এবং খুন করেন, তাহলে আপনাকে তো গ্রেফতার করা হবেই না, এমনকি সে ক্ষেত্রে আপনাকে সাহসিকতার জন্য পুরষ্কার প্রদান করা হবে। | 如果你在这个国家打水仗,你会被捕,但如果你强奸谋杀,不但不会被捕,甚至会得到英勇勋章。 |
9 | ফেতেনগার লিখেছে [ফার্সী ভাষায়]: | Fetnegar写道: |
10 | দেখে মনে হচ্ছে তারা [কর্তৃপক্ষ] আমাদের তরুণদের গ্রেফতার করার জন্য অজুহাত খুঁজছে… এই পানি নিয়ে যুদ্ধ খেলার বিষয়টি সম্ভবত আরো বৃদ্ধি পেতে যাচ্ছে এবং ঘটনাটি সবুজ আন্দোলনকে [গ্রীন মুভমেন্ট] আবার চাঙ্গা করতে যাচ্ছে। | 看来他们[当局]在找藉口逮捕青少年…这水仗有可能延续而且也许会重振绿色运动。 |
11 | দেরাফশে কাভিয়ানি বলেছে [ফার্সী ভাষায়]: | Derafshe Kaviani说道: |
12 | ইরান হচ্ছে এমন এক দেশ, সেখানে আপনি খেলনা বন্দুক দিয়ে পানি ছোঁড়া নামক খেলার ফলে গণ আধ্যাদেশ লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হবেন, কিন্তু যদি আপনি কালাশনিকভ রাইফেল নেন এবং এক তরুণীকে গুলি করে মেরে ফেলেন, তাহলে আপনি লুকায়িত ইমামের সৈনিক বলে বিবেচিত হবেন। | 伊朗是一个如果玩水枪就会被控扰乱公共秩序的国家,不过如果用卡拉什尼科夫枪杀一位年轻女子,你会被认为是隐匿伊玛姆(救世主名)的士兵 |
13 | গেট অনেস্ট থার্ড আই লিখেছে [ফার্সী ভাষায়]: | Get Honest Third Eye写道: |
14 | এখানে যে কিছু ঘটুক তার সাথে রাজনীতিকে যুক্ত করা একটা অভ্যাসে পরিণত হয়েছে…কিছু কিছু প্রচার মাধ্যম এমন ভাবে এই বিষয়টি নিয়ে কথা বলছে যে, মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে…… কেন জনতা পানি ছুঁড়ে যুদ্ধ যুদ্ধ খেলা উপভোগ করছে, সে বিষয়ে আমার কোন প্রশ্ন নেই; আমার প্রশ্ন, কেন বিষয়টিকে আমরা রাজনীতির সাথে যুক্ত করছি? | 把国内发生的事与政治联想变成一种习性…某些媒体谈论打水仗这件事时,如同有几十万民众示威游行似的…我不探究为何民众喜欢打水仗,我探究的是为何我们将这件事政治化? |
15 | ব্লগার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে দেশটিতে এখন কিছু রাজনৈতিক বন্দী রয়েছে যারা ঝুঁকি নিচ্ছে এবং অনশন ধর্মঘট করছে, কিন্তু পানির লড়াইয়ের মত সংবাদের ঘটনায় তাদের খবর চাপা পড়ে যাচ্ছে। | 这位博客提醒我们,有挺而走险绝食抗议的政治犯,但他们的报导被打水仗事件盖过了。 |