# | ben | zhs |
---|
1 | ভারত: ‘যোগব্যায়াম চুরি’ রোধে ব্যবস্থা | 印度:阻止瑜珈盗版 |
2 | ভারত একদল গবেষক আর বিজ্ঞানীর দলকে নিয়োগ করেছে যারা সে দেশের সকল প্রাচীন যোগব্যায়ামের আসন খুঁজে নথীভুক্ত করবে যাতে অন্য দেশের লোক এই জ্ঞান নিজেদের আবিস্কার হিসেবে পেটেন্ট না করে নেয়। | [除另标示,本文连结皆为英文] |
3 | ভারতের প্রাচীন গ্রন্থে লেখা এই সব যোগব্যায়ামের আসন আর নিয়মের পেটেন্টকে নিজের দাবী করে কপিরাইট বা পেটেন্ট করাকে কেউ কেউ যোগব্যায়ামের চুরি বলছে। | 印度已组织一群研究员与科学家,负责记录所有传统瑜珈姿势(或称Asana),避免居住于他国的民众为这项已存知识申请专利。 |
4 | উদাহরণস্বরুপ, দ্যা টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে শুধুমাত্র আমেরিকাতে আছে ১৩০টির বেশী যোগব্যায়াম সম্পর্কিত পেটেন্ট, ১৫০টি কপিরাইট আর ২৩০০টি ট্রেডমার্ক। এর উত্তরে, ভারতীয় সরকার প্রাচীন গ্রন্থ দেখা শুরু করেছে আর সমস্ত যোগব্যায়ামের আসন নথীভুক্ত করছে। | 有些人称这种行为是「瑜珈盗版」,即人们宣称对某些瑜珈姿势及技术拥有专利与版权,但其实都源于印度古文,例如据英国《电讯报》文章,光在美国便有超过130件专利、150件版权及2300件商标和瑜珈有关。 |
5 | এইসব ঐতিহ্যবাহী জ্ঞানের তথ্য একটি ডিজিটাল লাইব্রেরিতে রাখা হচ্ছে। এটি ভারতের ঐতিহ্যবাহী ঔষধের একটি ইলেক্ট্রোনিক এন্সাইক্লোপিডিয়া যা বিশ্বব্যাপী পেটেন্ট অফিস দেখতে পাবে। | 印度政府因此开始扫描古文,并记录传统瑜珈姿势,这些资讯都存放在印度传统医学电子资料库「传统知识数位图书馆」中,也将开放给全球专利单位查阅,Amit Agarwal指出: |
6 | অমিত আগারওয়াল ব্যাখ্যা করেছেন: | 对于愈来愈多西方瑜珈大师宣称拥有传统姿势的版权,印度政府决定反击。 |
7 | “পশ্চিমের যোগব্যায়াম গুরুরা যে হারে প্রাচীন আসনের কপিরাইট দাবী করছে তাতে আতঙ্কিত হয়ে ভারত সরকার প্রতিকারে নেমেছে। | 卫生部在科学及工业研究委员会组织200位研究员,汇整所有已知的瑜珈姿势与技术,存放于名为「传统知识数位图书馆」的资料库中。 |
8 | ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রানলয় বৈজ্ঞানিক ও বানিজ্যিক গবেষণা কাউন্সিল থেকে (সিএসআইআর) ২০০জন গবেষকের একটি দল ঠিক করেছে যাতে তারা সকল জানা যোগব্যায়াম এর আসন আর নিয়ম বিশাল একটা ডাটাবেইজে নথীভুক্ত করতে পারে। | |
9 | এই ডাটাবেইজের নাম ঐতিহ্যবাহী জ্ঞানের ডিজিটাল লাইব্রেরি (টিকেডিএল)। | 印度政府希望基于资料库内的「现有技术」[中文],未来所有专利申请案都会遭驳回。 |
10 | ভারত সরকার আশা করছে যে ভবিষ্যৎে যোগব্যায়াম পেটেন্ট এর জন্য আবেদন করলে তা টিকেডিএল এ প্রাপ্ত ‘পূর্বের শিল্প‘ এর তথ্যের ভিত্তিতে নাকচ করে দেয়া হবে।” এই পর্যন্ত ৬০০টি আসন ডাটাবেইজে সন্নিবেশিত করা হয়েছে, আর এই দল পরিকল্পণা করছে অন্তত ১৫০০টি যোগব্যায়াম এর আসন এই বছরের শেষের মধ্যে নথীভুক্ত করতে। | 目前资料库内已记录600种姿势,计划在年底前至少整理1500种瑜珈姿势,许多都支持这项作法,例如Marathi vedic在《印度时报》的报导后留言: |
11 | অনেকে এই পদক্ষেপের প্রশংসা করেছে। যেমন, মারাঠি ভেদিক টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন: | 我完全支持这项措施…我们必须保护自己的文化,西方人不断用专利和传教活动攻击我们,吠陀们醒醒吧! |
12 | “ আমি এই পদক্ষেপকে সম্পূর্ণভাবে সমর্থন করি…আমাদেরকে আমাদের সংস্কৃতি রক্ষা করতে হবে যা পশ্চিমাদের হামলার শিকার শুধুমাত্র পেটেন্ট কাজেই না বরং ধর্মপ্রচারকদের কাজেও… জেগে ওঠেন ভেদরা!!! | |
13 | এটা আমাদের দেশ !!! আমাদের সংস্কৃতি আমরা না করলে কে রক্ষা করবে???” | 这是我们的国家! |
14 | স্বামী পারাম, ইয়োগাডার্ক এর একটা পোস্টের উপরে মন্তব্য করতে গিয়ে বলেছেন: | 自己的文化自己不保护,还能靠谁? |
15 | “অনেক হিন্দু এখন বুঝতে শুরু করেছেন যে তারা হিন্দু/ যোগব্যায়াম যাদের শেখাচ্ছিল তারা এই উপহার পেয়ে, আসলে সেটা চুরি করবে। | Swami Param在YogaDork博客留言: |
16 | বর্তমান সমগ্র নকল যোগব্যায়াম এর আন্দোলন হচ্ছে যোগব্যায়ামের সাথে হিন্দুদের সম্পর্ককে মুছে ফেলার সম্মিলিত চেষ্টা। অবশ্য সামান্য জ্ঞান থাকা যে কেউ বুঝতে পারবে যে সকল আসল যোগব্যায়াম হিন্দুবাদ থেকে এসেছে। | 许多印度教徒开始意识到,在他们分享印度教/瑜珈时,有些人会窃取这个礼物,整个假瑜珈运动试图彻底切割印度教与瑜珈的关联,当然人们若有任何粗浅的知识,都会知道真瑜珈即为印度教,我们理应终止这些盗窃、扭曲与瑜珈企业化。 |
17 | এখন সময় হয়েছে এই চুরি, অপব্যাখ্যা আর ‘যোগব্যায়াম' এর বানিজ্যিকরণ বন্ধ করা। যোগব্যায়াম ব্যবসা হিসাবে ধারণাটি সামনে এসেছিল যখন বিক্রম চৌধুরীকে একটা কপিরাইট আর ট্রেডমার্ক দেয়া হয় আর তিনি পেটেন্ট এর জন্য আবেদন করেন তার প্রতিষ্ঠিত একটা যোগব্যায়ামের ধরনের জন্য। | 瑜珈做为生意的构想,起始于Bikram Choudhury为自己创建的「热瑜珈」申请版权、专利及商标获准,即在蒸气室内进行26种瑜珈姿势,Gopika Kaul在Spot-On解释Choudhury当时的动机: |
18 | বিক্রম যোগব্যায়াম (বা গরম যোগব্যায়াম) নামে এতে ২৬টা আসন আছে যা একটা স্টিম কামরায় করা হয়। গোপিকা কাউল, স্পট-অন এ ব্যাখ্যা করেছেন চৌধুরির অনুপ্রেরণার ব্যাপারে: | 瑜珈原出现在5000年前的印度教经文中,圣人更是长期做瑜珈,…许多大师将瑜珈视为印度传统,却在西方广受欢迎,甚至遭到破坏,为何Choudhury会急着为热瑜珈获得法律背书? |
19 | “পাঁচ হাজার বছর আগে হিন্দুদের পবিত্র গ্রন্থে প্রথম ব্যাখ্যা করা হয়েছে যোগব্যায়াম এর অভ্যাসের কথা আর হিন্দু সাধুরা এই শিল্প কয়েক শতক ধরে অভ্যাস করছেন…গুরুবৃন্দ, সঙ্গত কারনে যোগব্যায়ামকে ভারতীয় ঐতিহ্যের অংশ হিসাবে দেখেন যা জনপ্রিয় করা হয়েছে এবং কিছুটা দূর্নীতিগ্রস্ত করা হয়েছে পশ্চিমা বিশ্ব দ্বারা। | |
20 | বিক্রম এত চিন্তিত কেন তার দাবী প্রতিষ্ঠা করায়? যোগব্যায়ামের ভাবমূর্তি পরিবর্তিত হয়েছে- আংশিক ধর্মীয় জিনিশ- এখন মাল্টিবিলিয়ন ডলার এর শিল্পে পরিণত হয়েছে।” | 瑜珈形象已经改变,从带有宗教色彩的印度文化元素,转变为数十亿元的商机。 |
21 | ইয়োগা জার্নাল অনুসারে আমেরিকায় যোগব্যায়াম শিল্প থেকে বছরে ৫. | |
22 | ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়, যার মধ্যে যোগব্যায়ামের ক্লাস আর অনুশীলনে ব্যবহৃত জিনিষ আছে। কিছু মানুষ অবশ্য যোগব্যায়াম থেকে টাকা উপার্জনের ধারণা নিয়েই প্রশ্ন করেন, যদিও গেরিলা মামা মেডিসিন বলেছেন: | 据《Yoga Journal》统计,包括课程及相关产品,美国瑜珈产业每年业绩达57亿美元,有些人质疑以瑜珈营利的行为,例如guerrilla mama medicine表示: |
23 | “আমি প্রায় প্রশ্ন করেছি যোগব্যায়াম শিক্ষা দিয়ে পয়সা উপার্জনের সাংস্কৃতিক সহযোগীতার ব্যাপারে। | 我常质疑透过教授瑜珈来赚钱的行为,我们之所以能教授这项艺术与科学,因为美国巨大的经济及军事优势。 |
24 | এই বাস্তবতা যে আমরা কলা আর বিজ্ঞান শিক্ষা দেই যার ছাড় আমাদের কাছে আছে আমাদের আমেরিকার অর্থনৈতিক ও সামরিক অবিশ্বাস্য সুবিধার কারনে। | |
25 | এইসব যোগব্যায়াম শিক্ষকের বিবেক কোথায়? | 这些瑜珈教师的道德意识何在? |
26 | কেমন করে আপনি এটাকে যোগব্যায়াম বলবেন আর দাবী করবেন যে আপনি এই বিশেষভাবে বেঁকে দাঁড়িয়ে আপনার পায়ের পাতা ছোঁয়ার কথা চিন্তা করেছেন? | …你们怎么称之为「瑜珈」,又宣称这些前弯伸展的动作是自己发明? |
27 | আপনি যদি এটাকে যোগব্যায়াম বলেন (যেটা সস্কৃত শব্দ) আপনি যে কোন ধরনের পেটেন্টের অধিকার হারিয়েছেন। ভারতের কেউ যে আপনার বিরুদ্ধে মামলা করেনি তাদের সাংস্কৃতিক জ্ঞান যোগব্যায়াম চুরি করার জন্য তার কারন এটা সম্মিলিত জ্ঞান। | 若称为瑜珈,你们就失去任何专利权了,之所以还没有印度人控告你们窃取文化资产,是因为瑜珈为集体知识,我们只能向他们短暂借取,然后就该归还。 |
28 | সব থেকে ভালো আমরা যা করছি তা হলো স্বল্প সময়ের জন্য এই জ্ঞানকে ধার নেয়া। | 不过yomamma在Guruphiliac留言指出,不只是西方人藉瑜珈获利: |
29 | আর পরে তা ফেরত নেয়া।” তবে ইয়োমাম্মা, গুরুফিলিয়াক এর একটি পোস্টের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে শুধুমাত্র পশ্চিমের মানুষ যে যোগব্যায়াম থেকে লাভবান হচ্ছে তা না: | 不断抱怨西方人的行为实在令人厌倦,许多印度人到了西方,西方人也向他们购买物品,支持他们的艺术、精神、提供工作等,我认为东西方交流仍是利多于弊… |
30 | “শুধু পশ্চিমাদের ব্যাপারে অভিযোগ করার এই পুরো ব্যাপারটি বিরক্তিকর, কতো ভারতীয় এখানে এসেছে কারন তাদের যা আছে তা আমরা কিনবো, তাদের শিল্প আর আধ্যাতিকতাকে সমর্থন করবো, চাকরি দেব, ইত্যাদি… তাই আমার মনে হয় পুর্ব আর পশ্চিমের খারাপ দিকের থেকে ভালো দিক অনেক বেশী … | |
31 | আমি যতো যোগব্যায়ামের শিক্ষক চিনি তারা তাদের শিক্ষক আর পুর্বসূরীদের স্বীকার করে, তারা ভান করেনা যে তারা কিছু আবিষ্কার করেছে, কিছু ক্ষেত্রে তারা ভালোভাবে আছে, কিন্তু সেটা মূলত: কঠর পরিশ্রম আর একনিষ্ঠতার কারনে। জনপ্রিয় করা শুরু হয় পশ্চিমে, অনেক এমন শিল্প না হলে লুপ্ত হয়ে যেত বা তারা এখন যে পরিমানে কদর পায় তা হতো না। | …我所认识的每位瑜珈老师,都很强调他们的老师和历史,不会佯称发明任何东西,有些人确实生活因此优渥,但多数人都很认真努力,许多艺术确实是从西方开始普及,否则可能都会消失,或无法获得今日的重视,这不代表我不认同瑜珈保护与鉴定工作,我觉得是个好主意。 |
32 | এটা সত্ত্বেও আমি এই আন্দোলনের বিরোধীতা করছি না। সঠিক ইতিহাস খুঁজে নিয়ে রক্ষা করা সম্ভবত ভালো চিন্তা।” | 夕阳瑜珈照片来自Mahesh Khanna |
33 | সুর্যাস্তের সময় যোগাসন চিত্রটি মহেশ খান্নার, ফ্লিকার থেকে নেয়া। | 校对:Soup |