Sentence alignment for gv-ben-20110317-16241.xml (html) - gv-zhs-20110320-8196.xml (html)

#benzhs
1ইরান: চারজন বনরক্ষীর মৃত্যুতে পরিবেশবাদী ব্লগারদের শোক伊朗:追思四名公园巡警
2সম্প্রতি ইরানে বেশ কয়েকজন বনরক্ষীর মৃত্যুর ঘটনা ইরানের পরিবেশবাদী ব্লগারদের মাঝে এক উত্তেজনার সঞ্চার করে। ইরানী কুর্দিস্তানের সানানডাজ-এর এক গ্রামে এই চারজন বনরক্ষীকে গুলি করে হত্যা করা হয়।最近四名公园巡逻员在伊朗身亡,激怒国内环境博客,这四人是在库德斯坦地区的Sanandaj村遭枪击丧命,环保网站Green Wave邀请博客从3月6日至13日之间,关心“公园巡逻员因自然而牺牲,为什么?”
3নেতৃস্থানীয় পরিবেশবাদী ওয়েবসাইট গ্রীন ওয়েভ (উপরে এই সাইটের ছবি) ব্লগারদের একটি লেখা জমা দেবার আহ্বান জানানো হয়, যার শিরোনাম “ইরানের বনভূমি, যার জন্য বনরক্ষীদের জীবন উৎসর্গ করতে হয়।
4কেন?”। এই লেখা জমা দেবার সময়টি ছিল ৬-১৩ মার্চ।这个话题。
5লোর-এর ব্লগে আমরা যা পাঠ করি [ফরাসী ভাষায়]:Lor博客指出:
6এক বছরে ছয়জন বনরক্ষীর মারা যাবার কারণটি কি? সকল পরিবেশবাদী কর্মীদের দায়িত্ব একেবারে পরিষ্কার।一年内共有六名公园巡逻员死亡,原因为何?
7ভবিষ্যৎ-এ যাতে এ রকমের ঘটনা না ঘটে, তার জন্য আমরা বনরক্ষীদের সমর্থন প্রদান করে যাব।环保人士的责任很明显,我们应支持这些巡逻员,才能避免事件重演。
8রিফার ব্লগ বলছে [ ফরাসী ভাষায়]:Rifr认为:
9কি এমন ঘটনা ঘটেছিল যাতে এই চারজন বনরক্ষীকে মরতে হল?什么原因让这四名巡逻员非死不可?
10তাদের বন্দুক প্রস্তুত ছিল না এবং এই বিষয়টি প্রদর্শন করে যে, তারা আসলে এ ধরনের কোন আক্রমণের জন্য তৈরি ছিল না।他们的手枪并未上膛,可见一切出乎意料之外,别忘了,过去30年间,共有110名公园巡逻员死亡、450人因而残障。
11আমাদের স্মরণ রাখা উচিত যে বিগত ৩০ বছরে, ১১০ জন বনরক্ষী নিহত হয়েছে এবং ৪৫০ জন্য বনরক্ষী হাত পা হারিয়েছে।Avaye Mohitezit Iran表示:
12আভাইয়া মোহিটজিট ইরানলিখেছে [ফরাসী ভাষায়]: এ রকম এক ঘটনার শিকার কামাল হুসেইন পানাহি, যে প্রাকৃতিক সম্পদ বিভাগের একজন ছাত্র।其中一位罹难者名叫Kamal Hussein Panahi,他是自然资源领域的学生,曾与其他同学分享经验,如此热爱与维护自然和环境的人,却成为枪下亡魂,这样对吗?
13তিনি তার অভিজ্ঞতা আমাদের জানাচ্ছেন।Tabiatbakhtiari写道:
14প্রকৃতি বা পরিবেশপ্রেমী এবং সংরক্ষকের এ ভাবে বুলেটের লক্ষ্যবস্তু হওয়া কি ঠিক? তাবিয়াতাবাথাতিয়ারি লিখেছে [ফরাসী ভাষায়]:难道社会道德基础已败坏至此,连保护环境的人都得死?
15আমাদের সমাজের নৈতিকতার ভিত্তি কি এতটাই ভেঙ্গে পড়েছে, যার ফলে আমাদের পরিবেশ (বন) রক্ষা করতে গিয়ে লোকজন মারা যাচ্ছে।Khbarnationalpark提到,伊朗公园巡逻员连基本人权都遭到剥夺。
16খবরন্যাশনালপার্ক লিখেছে যে ইরানী বনরক্ষীদের মৌলিক মানবাধিকার প্রদানে অস্বীকার করা হয়েছে।校对:Portnoy