Sentence alignment for gv-ben-20100327-10054.xml (html) - gv-zhs-20100329-4864.xml (html)

#benzhs
1শ্রীলঙ্কা: আকনকে নিয়ে বিতর্ক আকন একটি কনসার্টে সঙ্গীত পরিবেশন করছে।斯里兰卡:歌手阿肯与宗教争议
2ছবি ফ্লিকার থেকে সেলসো তাভারেজের সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।歌手阿肯(Akon)演唱会画面,照片来自Flickr用户Celso Tavares,依据创用CC授权使用
3আপনারা ভাবতে পারেন একটা সঙ্গীত ভিডিও কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে?有些人或许会怀疑,一段音乐录像画面能引发什么反应?
4আর এন্ড বি সঙ্গীত শিল্পী আর গীতিকার আকন (যার জন্ম হয়েছে আলিউনে বাদারা আকোন থিয়াম নামে) এর ভিডিও সেক্সি চিক, যেখানে স্বল্পবসনা কিছু নারীকে পুলের পাশের পার্টিতে বুদ্ধের মূর্তির সামনে নাচতে দেখা যায়, শ্রীলঙ্কাতে বেশ আলোড়নের সৃষ্টি করেছে।
5মূর্তিটি পেছনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় আর যতটুকু দেখা যায় তাও ফোকাসের বাইরে। আগামী মাসে আকনের শ্রীলঙ্কাতে যাওয়ার কথা ছিল একটা সংগীতানুষ্ঠানের (কনসার্টের) জন্য।R&B创作歌手阿肯的音乐录像Sexy Chick中,一群衣着清凉女性在佛像前的泳池派对旁热舞,佛像其实只出现在背景中数秒,而且相当模糊,几乎看不清楚。
6কয়েকদিন আগে প্রায় ২০০ জন ব্যক্তি কনসার্ট প্রযোজনা সংস্থা মহারাজার সামনে একত্র হন, আর পাথর ছুঁড়ে চারজনকে আহত এবং বাড়িটিকে ক্ষতিগ্রস্ত করেন।阿肯原本预计在巡回演唱会中,将于四月赴斯里兰卡,几天前约200人聚集在赞助演唱会的公司Maharaja大楼前,向该公司丢掷石块,造成四人受伤及建筑物本身损坏。
7অনলাইন সংবাদ পোর্টাল পেরাম্বারা জানিয়েছে:网络新闻入口网站Perambara指出:
8এই কনসার্টের বিরোধিতা অনলাইন ফেসবুক দলের মাধ্যমে শুরু হয়েছিল যার সদস্য সংখ্যা এখন প্রায় ১৩,০০০ অতিক্রম করেছে, আর ফরওয়ার্ড করা ইমেইল আর ব্লগ পোস্ট দ্বারা সমর্থন করা হচ্ছে। মৌখিক বিরোধিতা ২২শে মার্চ এ ভয়ংকর রুপ নেয়, যখন ক্যাপিটল মহারাজার অফিস জনতার আক্রমণের সম্মুখীন হয়।抗议演唱会的网络行动源于Facebook群组,成员已增加至将近13000人,还有许多人以电子邮件转寄及博客文章表达支持,言辞抗议在3月22日演变为暴力行动,Maharaja办公室遭到一群暴民攻击,遗留在现场的海报显示,攻击行动是针对阿肯的演唱会而来。
9ফেলে রাখা প্লাকার্ড থেকে বোঝা যায় যে আকনের প্রস্তাবিত কনসার্ট নিয়ে এই আক্রমণ হয়েছে। এটা এখানেই শেষ হয়নি - সংবাদ রিপোর্ট অনুসারে কিছু বৌদ্ধ সন্ন্যাসী শ্রীলঙ্কার সরকারের শরণাপন্ন হন যাতে আকন শ্রীলঙ্কাতে অনুষ্ঠান না করতে পারেন সেটা অনুরোধ করতে।事件并未就此结束,一则报导提到,部分佛教僧侣前往斯里兰卡政府,要求拒绝阿肯在国内演出,斯国政府拒绝阿肯签证申请案,原因包括「影片画面引发争议、歌词内容粗俗、国内多个文化及宗教团体强烈抗议」。
10শ্রীলঙ্কা সরকার আকনের ভিসার অনুরোধে না বলেছে এই সমস্ত কারণে - “তার বিতর্কিত ভিডিও চিত্র, গানের অপমানজনক কথা আর দেশে বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় দল আর সংস্থার কঠোর প্রতিবাদ।“
11আকন একটি বার্তা দিয়েছেন এই জানিয়ে যে তিনি মূর্তির ব্যাপারটা খেয়াল করেননি আর তিনি কাউকে অপমান করতে চাননি।阿肯发表声明,强调不知道现场有佛像,亦无意冒犯他人。
12এটা শ্রীলঙ্কার ব্লগ জগতের বহুল আলোচিত বিষয়ে পরিনত হয়েছে।此事亦成为斯里兰卡博客圈话题。
13ইন্ডি. কা ব্লগের ইন্দ্রজিত সামারাজিভা ভিডিওটিকে বিরক্তিকর মনে করেছেন কিন্তু আক্রমণের সমালোচনা করেছেন:Indrajit Samarajiva在Indi.ca网站表示不满影片画面,但也批评攻击行为:
14বৌদ্ধ ধর্মকে সমর্থন করতে হলে আগে তা ব্যবহারে আনতে হবে। ফেসবুকে চ্যাট না করে বা (কথিত) পাথর না ছুঁড়ে, নিজে থেকে কিছুক্ষণ চুপ করে বসে ভাবলে হবে।若要捍卫佛教,应该先参与佛教活动,与其在Facebook网站上留言或丢掷石块,每个人也该安静坐下来想一想。
15আ কলিশন অফ আইডিয়াস ব্লগের ডি ফেসবুকে আকনের উপরে হত্যার হুমকির তিরস্কার করে বলেছেন:Dee在A Collision of Ideas博客抨击人们在Facebook对阿肯的死亡威胁,另认为:
16হয়ত আমাদের আর একটু কম ক্রুদ্ধ হওয়া উচিত, একটি সুযোগ দেয়া উচিত আর ভালো চিন্তা করা উচিত।或许我们该先息怒,提供一个机会,思考能从中获得什么正面结果,而不是想杀害他,让所有人都感觉羞愧。
17বিশেষ করে তাকে মেরে ফেলার কথা চিন্তা করে নিজেদের বিব্রত না করে।Kalana Senaratne在Groundviews称之为斯里兰卡佛教基本教义派崛起:
18কালানা সেনারাত্নে গ্রাউন্ডভিউজ ব্লগে এর কারণ হিসেবে সিংহলি-বৌদ্ধ মৌলবাদের উত্থানের কথা বলেছেন: যদি, এমন এক দুই সেকেন্ড এমন ক্ষোভ আর ঘৃণা সৃষ্টি করতে পারে, বিষয় আরো গুরুতর হতে পারতো যদি পুরো সঙ্গীত ভিডিওতে বৌদ্ধ মূর্তি বা মন্দির দেখান হতো।若一两秒画面就能引发如此愤怒与仇恨,若音乐录像里全都是佛像或寺庙,情况会更严重许多;更根本的问题是,这些僧侣及民众高喊口号与丢掷石块,他们真的是「佛教徒」吗?
19তাহলে আরো মূলগতভাবে এই সকল বিক্ষোভকারী যারা চিৎকার করে পাথর ছুঁড়ছেন, সন্ন্যাসীসহ, আসলেই বৌদ্ধ ধর্মাবলম্বী? হয়ত জাতি হিসাবে, আমরা সেই স্তরে পৌঁছেছি যেখানে অদ্ভুত প্রতিবাদ যা বৌদ্ধের নামে ঘটে তার সমালোচনামূলক বিশ্লেষণ হওয়া দরকার।或许在这个国家内,我们该认真分析这些以佛教为名的突兀抗争行为,否则会面临更危险的境界,大众若对抗议行动不满,却保持沉默,会显得这个社会接受这一切,接受政治人物躲藏在宗教背后,发动以佛教为名的野蛮行为。
20এমন না করার বিপদ অনেক বড়, কারন অবশ্যম্ভাবীভাবে, চুপ থাকার ফলে যে বার্তা পৌঁছেছে তাদের কাছে যারা এমন প্রতিবাদে বিব্রত হচ্ছেন তাদের কাছে তা হল ‘গ্রহণযোগ্যতার' কথা, সকল হিংস্র জিনিষের গ্রহণযোগ্যতা বৌদ্ধ ধর্মের নামে, যার বেশীরভাগ নেতারা করে থাকেন ধর্মের আড়ালে।
21আকনকে ঘৃণাকারী শ্রীলঙ্কারদের কাছে গোইং গ্লোবাল এটা বলতে চেয়েছেন:Going Global想对斯里兰卡痛恨阿肯的民众说:
22এই আকনকে হত্যা করার দল তার বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলছে তা তার একটা ভিডিওতে ব্যবহার করা বৌদ্ধ মূর্তিকে ঘিরে। আমি এখন বুঝতে পারছি এটা অবমাননাকর কি করে হতে পারে; কয়েকজন স্বল্পবসনা আপনি যা পবিত্র মনে করেন তাকে কেন্দ্র করে নাচ করছে, আর কেউ যদি এটা একটা মসজিদে করতো তাহলে আমিও ক্রুদ্ধ হতাম।民众想杀害阿肯的种种指控,全都源自于音乐录像里的一尊佛像,现在我明白冒犯之处何在:让一群衣着清凉的女性在圣物旁热舞,若人们在清真寺里这么做,我也会很愤怒。
23কিন্তু সে শ্রীলংকাতে গান করতে আসবে এই সংবাদে পাগল হয়ে যাওয়া আর ওই লোককে হত্যার হুমকি দেয়া কাউকে সাহায্য করবে না।但听到他将在斯里兰卡演出便暴跳如雷,并扬言杀死他,对任何人都没有帮助,至少无助于所有斯里兰卡民众。
24বিশেষ করে শ্রীলংকানদের। আ ভয়েস ইন কলম্বো জিজ্ঞাসা করেছেন “সঙ্গীত ভিডিওর প্রযোজকদের জন্যে এই বিষয়টি কি ঠিক আছে, ভিডিওর পিছনে একটা বৌদ্ধ মূর্তি ব্যবহার করা?”A Voice in Colombo质疑,「音乐录像制作人以佛像为背景是否恰当?」
25লন্ডন, লংকা এন্ড ড্রামস এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর ভাবছেন যে ঈশ্বর বা বুদ্ধ এই ব্যাপারে কি ভাববেন।;London, Lanka and Drums回答后,也揣测不知上帝或佛祖怎么想。
26দ্যা পাপেটিয়ার আকনের ভিসা মানা করে দেয়ার ব্যাপারে এটি বলেছেন:The Puppeteer对拒绝核发阿肯签证的看法是:
27শ্রীলংকার সরকার মনে হচ্ছে ভিসা না দেয়ার অভ্যাস গড়ে তুলেছে।斯里兰卡政府似乎养成拒发签证的习惯,不过此次像是种预防措施,而非试图掩盖过错。
28যদিও এই বারে এটা সাবধানতা মূলক ব্যবস্থা হিসেবে হতে পারে, তাদের অক্ষমতা ঢাকার চেষ্টা করে।但他仍希望阿肯能如期演出。
29তবে এই ব্লগার আশা করেন আকন পরবর্তী কোন তারিখে কনসার্টটি শ্রীলন্কায় করবেন।校对:Soup