# | ben | zhs |
---|
1 | আমেরিকার নির্বাচনের উপর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী | 国际社会旁观美国大选 |
2 | আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেরিকার বিদেশ নীতি ও প্রার্থীদের উপর আর্ন্তজাতিক মনোযোগ বাড়ছে। | |
3 | কারেন্ট টিভির কালেকটিভ জার্নালিজম (সমন্নিত সাংবাদিকতা) ও গ্লোবাল ভয়েসেসের ভয়েসেস উইদাউট ভোটস (ভোটহীনদের কণ্ঠস্বর)- এর মতো উদ্যোগ আসলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং এই আঞ্চলিক বিষয়ের ক্ষেত্রে বিশ্বের দৃষ্টিভঙ্গী কি তা তুলে ধরে। | |
4 | কারেণ্ট টিভির কালেকটিভ জার্নালিজম প্রোগ্রাম বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহের মাধ্যমে দেখানো শুরু হয়েছে। এখানে বেশ কিছু ধারাবাহিক ভিডিও সংবাদ প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাকী বিশ্ব আমেরিকার এই নির্বাচনকে কি ভাবে দেখছে। | 随着美国总统选举投票日逼近,国际社会对美国外交政策与候选人关注日增,无论是Current电视台的「集体新闻」或全球之声非选民之声计划,都在收集相关信息,为美国大选这项地方议题带来全球观点。 |
5 | অনুষ্ঠানের নাম দ্যা ভিউ ফ্রম ওভার দেয়ার (ওখান থেকে দেখা)। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমেরিকার বিদেশ নীতির ব্যাপারে তাদের মন্তব্য প্রদান করেছে, ইরাক যুদ্ধ ও ইরানের সাথে সম্পর্ক নিয়ে বলছে এবং তারা মতামত জানাচ্ছে কাকে তারা আমেরিকার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। | Current电视台的「集体新闻」节目播出许多报导,观察世界其它地方如何看待美国;「他方观点」节目里,各国民众则陈述对外交政策、对伊拉克战事、对伊朗关系的看法,也表明希望未来由谁担任美国总统,受访者的语言各不相同,不过都有英文字幕: |
6 | স্বাক্ষাৎকারগুলো ছিল বিভিন্ন ভাষায়, কিন্ত ভিডিওতে এর ইংরেজী তরজমা করে দেওয়া হয়েছে। উপরের ভিডিওতে আমেরিকার ২০০৮ সালের নির্বাচনের জন্য অন্য টিভির তৈরী করা অনুষ্ঠানের ফুটেজ বা ছবি ব্যবহার করা হয়েছে, তবে এবার বিদেশীদের দৃষ্টিভঙ্গীর উপর মনোযোগ ছিল বেশী। | 这个片段也使用其它节目关于2008年美国总统选举的画面,不过都专注于外国观点,这也正是全球之声与路透社合作非选民之声计划的主旨:收集全球各地民众对美国大选的意见,若各位有任何文章觉得适合登上非选民之声网站,可以在此提供。 |
7 | এটি এমন একটা বিষয় যা বেশ কিছুদিন ধরে গ্লোবাল ভয়েস ও রয়টার্স ভয়েসেস উইদাউট ভোটস সাইটে করে আসছে: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মতামত নেওয়া হচ্ছে। | |
8 | যদি এ বিষয়ে কেউ কোন লেখা এই সাইটে প্রকাশ করতে চায় তাহলে এখানে সে জানাতে পারে। | Current电视台下一个「集体新闻」单元,将观察世界如何看待美国移民政策。 |
9 | কারেন্ট টিভির পরবর্তী কালেক্টিভ জার্নালিজমের পরিকল্পনা বা অ্যাসাইনমেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির উপর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৃষ্টিভঙ্গী সংগ্রহ করা। | |