# | ben | zhs |
---|
1 | মেক্সিকো: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গায়ক, নিজেকে নির্দোষ দাবি করে টুইট করেছে | 墨西哥:歌手遭指控强暴 |
2 | গত সপ্তাহে মেক্সিকোর কালিম্বা নামের ২৮ বছর বয়স্ক এক রাপ বা চটুল গানের শিল্পী অপ্রাপ্তবয়স্ক দুই বালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছে। | |
3 | একটি বারে, এক রাতের জন্য মডেল হিসেবে দায়িত্ব পালন করার জন্য এই দুই বালিকাকে নিয়ে আসা হয়। | |
4 | তবে এর জন্য তারা কোন টাকা দাবি করেনি। | 最近墨西哥28岁歌手Kalimba遭指控强暴两名未成年少女。 |
5 | কারণ তারা মনে করেছিল যে, একজন বিখ্যাত গায়কের অনুষ্ঠানে কাজ করতে পারাই তাদের জন্য যথেষ্ট। এই অনুষ্ঠানের পর এই দুই বালিকা গায়কের সাথে হোটেলে যায় এবং সেখানে এই ধর্ষণের ঘটনা ঘটে। | 两名女孩受雇于酒吧一晚担任模特儿,但两人决定不收任何费用,觉得能与知名歌手在同一现场便已值得,活动后,两人前往歌手下榻的饭店,据称即发生强暴案。 |
6 | মেক্সিকোতে অপ্রাপ্ত বয়স্ক কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শাস্তিযোগ্য অপরাধ (মেক্সিকোতে অপ্রাপ্ত কোন নারী বা পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়)। | |
7 | পরের দিন এই দুই বালিকা গায়কের সাথে বিমান বন্দরে ফিরে যায়। | 与未成年者发生性关系在墨西哥是违法行为。 |
8 | মেক্সিকোর নাগরিকরা এই ঘটনার উপর নজর রাখছে। এই ঘটনার উপর মন্তব্য করতে গিয়ে মেক্সিকোর সমাজ বিভক্ত হয়ে গেছে। | 隔天两名女孩与歌手一同前往机场。 |
9 | কেউ কেউ বিশ্বাস করে যে, এই মেয়ে দুটি খ্যাতি এবং টাকার লোভে গায়ককে বিপদে ফেলে দিয়েছে; আবার অন্যরা মনে করছে যে, এই মেয়ে দুটি বিখ্যাত এক গায়কের লালসার শিকার, যে গায়ক মনে করে সে যা করতে চায় তাই করতে পারে। | |
10 | মাইক্রোফোনের ছবি ফ্লিকার ব্যবহারকারী গানাট্রোনিকের। ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-শেয়ার এলাইক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। | 墨西哥民众对此消息看法两极,有些人认为女孩只是利用歌手出名与赚钱,其他人则认为女孩是受害者,而知名歌手自以为能为所欲为。 |
11 | গায়ক কালিম্বার (@কালিম্বাএমএক্স) সম্প্রতি টুইটে, সে প্রার্থনা এবং স্রষ্টার প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছে: | 麦克风照片来自Flickr用户ganatronic,依据创用CC BY-SA授权使用 |
12 | যা কিছুই ঘটুক না কেন, যারা সত্যের উপর বিশ্বাস রাখে, তাদের ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। | Kalimba在最近的Twitter讯息中,提及自己对上帝的信仰虔诚: |
13 | আসুন মনের সকল শক্তি দিয়ে প্রার্থনা করি। সকলের মঙ্গল হোক। . | 无论发生何时,感谢所有相信真理的人,愿上帝与各位同在,我们坚持祈祷,祝福各位。 |
14 | মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই বিশ্বাস করা যে, যখন সে কোন সমস্যায় পড়ে, তখন ঈশ্বর তাকে ছেড়ে যায় এবং সে তখন একা হয়ে যায়। এটা কোন ভণ্ডামি নয়, এটা একটা বিশ্বাস! | 人们觉得自己遇上问题,上帝就会离自己而去,只剩孤单一人,绝对是大错特错,这不是伪善,而是信仰! |
15 | আমি আমার স্রষ্টাকে জানি। সকলের মঙ্গল হোক। | 我瞭解我的上帝,祝福各位。 |
16 | তার সমর্থকরা টুইটারের মাধ্যমে তাকে রক্ষা করার চেষ্টা করছে। যেমন মোনসেরাট সোটেলা (@বারবিমোনসে) [স্প্যানিশ ভাষায়] এবং কেনিইয়া আলভারেজ (@জেইমিই) তাকে রক্ষা করার চেষ্টা করছে: | 他的歌迷也在Twitter网站为他辩驳,例如Monserrat Sotelo(@BarbieMonse)及Kenya Alvarez(@Jeiimyy)表示: |
17 | কালিম্বা আমরা আপনার সাথে আছি। বন্ধু, মনে জোর রাখুন, আপনি জানেন যে ওই দুটি বালিকা আপনার জীবন এবং পেশা ধ্বংস করতে চায়। | Kalimba我们支持你,要坚强,你知道这两个女孩只想毁掉你的生活与事业,我爱你… |
18 | আমি আপনাকে ভালোবাসি…. অন্য টুইটার ব্যবহারকারীরা এই কারণে হতাশ যে, এই ঘটনা অনেক বেশি প্রচার মাধ্যম এবং জনতার মনোযোগ আকর্ষণ করছে। | 其他Twitter用户则对媒体及大众如此关心此案很失望,Ce(@csita22)写道: |
19 | সে নামক টুইটারকারী (@সিসিতা২২) টুইট করেছে: আমি বিস্মিত যে, আমি কি কুম্ভরাশির জাতক, নাকি তা নই, এবং কালিম্বা কি অপরাধী, নাকি সে নয়। | 好奇自己是不是水瓶座,也好奇Kalimba是否有罪,让我几乎忽略真正重要的事…今天我能为国家做些什么? |
20 | আমি প্রায় সেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ…. । আজকে আমি আমার দেশের জন্য কি করতে পারি?? | El Silenciero(@ElSilenciero)亦谴责媒体,报导Kalimba案件的篇幅竟比诗人兼社运人士Susana Chavez遭谋杀还大。 |
21 | প্রায় একই স্বরে, এল সাইলেন্সিয়ারো (@এলসাইলেন্সিয়ারো) [স্প্যানিশ ভাষায়] প্রচার মাধ্যমের সমালোচনা করছেন যে, তারা মহিলা কবি এবং একটিভিস্ট সুসানা শ্যাভেজ এর খুনের চেয়ে কালিম্বার মামলার উপর বেশি মনোযোগ প্রদান করছে। | |
22 | ব্লগ ‘হাজমে এল চিঙ্গাদো ফাভর' পুরো ঘটনাটিকে একটি সোপ অপেরা বা নাটকের সাথে তুলনা করেছে: জাতীয় সব নাট্য পালার সবগুলো কালিম্বার গল্পে ছেয়ে আছে। | Hazme el Chingado Favor形容情况犹如肥皂剧: |
23 | যার বিরুদ্ধে অভিযোগ, সে দুটি অপ্রাপ্তবয়স্ক বালিকাকে ধর্ষণ করেছে। বলার প্রয়োজন নেই যে, এই ধরনের সংবাদ শত শত কৌতুকের জন্ম দেয়। | 全国肥皂剧充斥着Kalimba的消息,他遭指控强暴两名未成年少女,我们肯定能依据这种新闻衍伸出无数笑话。 |
24 | সবশেষে ভ্যানগুয়ার্ডিয়ায় লেখা ফেলিক্স রিভেরার কলাম সেক্সো ইলিসিটো (অবৈধ যৌন সম্পর্ক)-তে লেখক এই সংবাদের ব্যাপারে তার চিন্তা ব্যক্ত করেছে [স্প্যানিশ ভাষায়]। | |
25 | এখানে লেখক, মেক্সিকোর সমাজকে এই ঘটনাটিকে নিরপেক্ষভাবে বিচার করার আহ্বান জানিয়েছে: | Félix Rivera则在Vanguardia的专栏中关心此事,呼吁墨西哥社会以公平态度评判这个案件: |
26 | যে ঘটনা যাই হোক, কালিম্বা হাল ছেড়ে দেয়নি এবং সে সবসময় বলে আসছে যে, সে নির্দোষ। অন্যদিকে জনতা এই ঘটনায় যে অংশ উত্তেজনাপূর্ণ সেই অংশের প্রতি বেশি মনোযোগ প্রদান করছে, যেখানে সবাই কল্পনা করছে, কি ভাবে গায়ক দুটি মাতাল হয়ে যাওয়া বালিকার সাথে যৌন সম্পর্ক স্থাপন করল। | 无论如何,Kalimba并未放弃,一直强调自己无罪,虽然大众喜欢较为“辛辣”的内容,想像他与两名酒醉女孩发生性关系,但也可能真的什么事都没发生,最重要的是一切交由司法解决,若有人犯法,就得依据法律付出代价。 |
27 | এমনো হতে পার যে, আসলে কিছুই ঘটেনি। তবে যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ন্যায় বিচারের মাধ্যমে এই ঘটনার রহস্য উন্মোচন হবে এবং যদি কেউ অপরাধী হয় থাকে, তাহলে সে আইন অনুযায়ী শাস্তি পাবে। | Kalimba矢口否认与两名未成年女孩发生性关系,若法院判处他有罪,就得入狱服刑。 |
28 | কালিম্বা, তার বিরুদ্ধে আনা এই দুই অপ্রাপ্তবয়স্ক বালিকাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। | 校对:Soup |
29 | যদি মেক্সিকোর কর্তৃপক্ষের কাছে গায়কের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে শাস্তি হিসেবে জেল প্রদান করা হবে। | |