Sentence alignment for gv-ben-20100627-11433.xml (html) - gv-zhs-20100616-5232.xml (html)

#benzhs
1সিঙাপুর: সুইস নাগরিককে ট্রেন ধ্বংসের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে新加坡:瑞士男子捷运涂鸦遭起诉
2গত ১৭ই মে সুইস নাগরিক অলিভার ফ্রিকার আর তাকে সাহায্যকারী ব্রিট্রেনের লিওড ডেন আলেকজান্ডার চাঙ্গি ডিপোতে সিঙ্গাপুর মাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (এসএমআরটি) এর বহি:সীমা ভঙ্গ করেছেন।
3এই দুইজনের বিরুদ্ধে তার পরে অভিযোগ আছে ট্রেনগুলোর একটির বগিতে স্প্রে রঙ দিয়ে আকার জন্য। ইউটিউবে এই ঘটনার একটা ভিডিও পোস্ট করা হয় পরের দিন আর অনলাইন সমাজ সেটাকে দ্রুত তুলে ধরেন আর এই ভিডিও দ্রুত সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার, ব্লগ আর ফোরামে ছড়িয়ে পড়ে।5月17日,瑞士籍男子Oliver Fricker及英国籍疑似共犯Lloyd Dane Alexander破坏围篱,闯入新加坡捷运樟宜停车场,以喷漆在一列车厢外涂鸦。
4এসএমআরটির কর্মীরা এই ধ্বংসের ব্যাপারটি দেখেন দুই দিন পরে, ১৯শে মে তে, ঘটনা প্রথমে ঘটার পরে।隔天YouTube网站上便出现事件视频,很快便传遍Facebook丶Twitter等社群网站丶博客及论坛。
5৫ই জুনে ফ্রিকারকে আদালতে দোষী অভিযুক্ত করা হয় এমআরটি ট্রেনে স্প্রে করে এঁকে সরকারি সম্পদ নষ্ট করার জন্য আর একটা কাটা তারের বেড়া ডিঙ্গানোর জন্য। ইন্টারপোলের একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে লিওড ড্যান অ্যালেকজান্ডারের নামে।捷运局直至两天後,才於5月19日发现此事,Oliver Fricker於6月5日以毁损车厢及破坏公物罪名,遭法院起诉,国际刑警亦对Lloyd Dane Alexander发出逮捕,据信他已离开新加坡,目前人在香港。
6মনে করা হচ্ছে এই ব্রিটিশ সিঙ্গাপুর ছেড়ে এখন হংকং এ আছেন।涂鸦毁损在新加坡最高可判处三年有期徒刑丶罚金2000新币丶鞭刑三至八次。
7সিঙ্গাপুরে ধ্বংসের জন্য ৩ বছর পর্যন্ত জেল আর সর্বোচ্চ ২০০০ সিঙ্গাপুর ডলার জরিমানা শাস্তি হতে পারে আর এর সাথে তিন থেকে আটটা বেতের বাড়ি।
8যদিও এসএমআরটি নিরাপত্তা ভঙ্গের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, অসন্তুষ্ট ব্লগাররা প্রশ্ন করেছেন যে ডিপোতে নিরাপত্তা এতো কম কেন ছিল।新加坡捷运局已为安全疏漏致歉,不满的博客则质疑,为何停车场安全防护如此松懈。
9সিঙ্গাপুরের সামাজিক-রাজনৈতিক ব্লগার ক্রিস্টেন হ্যান লিখেছেন যে এই ঘটনা এসএমআরটির জেগে ওঠার ডাক:社会政治博客Kristen Han指称,此事是对捷运局的一记警钟:
10এসএমআরটি সস্তা বা নিরাপদ কোন উপায়ে এই শিক্ষা পেতনা, তারা এটা কোন অতিরিক্ত মূল্য দেয়া নিরাপত্তা পরামর্শকের কাছ থেকে শিখতে পারতো, বা কোন বোমা রাখার পরে হয়ত।
11সিঙ্গাপুরের ডিজাইন ব্লগার পিউর লিব্রে চাচ্ছেন সিঙ্গাপুরের কর্তৃপক্ষ যেন আসল ব্যাপারটি তদন্ত করে দেখে: ধ্বংসযজ্ঞ নিজে খুব বড় ব্যাপার না।幸好这次教训代价没那麽高,也未造成危险,否则本来要聘请薪资过高的安全顾问,或是等发生爆炸案之後才警觉。
12যদিও এটা অপরাধ, তারপরেও এটা নিরাপদ (আর খুব উচ্চমাত্রার শৈল্পিক) ঠাট্টা ছিল।设计博客Pure Libre则希望星国政府重视真正问题所在:
13অবশ্যই যে দুইজন এর জন্য দায়ী তাদেরকে সঠিক শাস্তি দেয়া দরকার, সরকার আসল ব্যাপারটা দেখেই নি, যে এসএমআরটি তাদের স্থানে কি ধরনের নিরাপত্তা রাখেন যে দুইজন বিরক্ত তরুণ জনসমক্ষে তার মজা করতে পারে। সিঙ্গাপুরের ব্লগার রজার পোহ, লিখেছেন যে ফ্রিকার আর অ্যালেকজান্ডারকে শাস্তি না দিয়ে এসএমআরটিকে শাস্তি দেয়া দরকার:毁损车厢本身并非最严重的问题,虽然涂鸦仍是犯罪,但至少未造成伤害,也算是个具有艺术性的恶作剧,犯案的两人当然应受适当处罚,但政府显然忽略真正问题,在於捷运局缺乏安全管理措施,才让两名无聊男子能公开羞辱他们。
14সুইস নাগরিককে অনধিকার প্রবেশ আর ধ্বংসের জন্য অভিযুক্ত না করে সিঙ্গাপুরের উচিত তাকে ধন্যবাদ জানান আর তার হাতে শহরের চাবি দেয়া দরকার।Roger Poh认为,与其修理这两人,更应该惩处捷运局:
15একা হাতে, সে এসএমআরটির নিরাপত্তার ঘাটতি তুলে ধরেছে আর সময়মত আমাদের জেগে ওঠার ডাক দিয়েছে। সিঙ্গাপুরের যানবাহনের অপারেটরদের দায়ী থাকা উচিত যদি ট্রেন, স্টেশন আর বাসে কোন ঘটনা ঘটে অপ্রতুল নিরাপত্তার কারনে।与其以侵入与破坏罪名起诉瑞士籍男子,新加坡应感谢他,并赠送荣誉市民之钥,因为他独自一人便揭露捷运局安全缺失,并及时让我们有所警觉,若是因为安全防护不足,导致列车丶车站或公车发生任何事件,星国运输单位就得负责,他们有义务保障通勤民众安全。
16যানবাহন অপারেটরদের দায়িত্ব ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া।校对:Soup