# | ben | zhs |
---|
1 | হোমসঃ ধবংসের মুখে সিরীয় বিপ্লবের এক শহর এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ নিয়ে করা আমাদের বিশেষ প্রবন্ধের অংশ। | 废墟中的霍姆斯:叙利亚的革命之城 |
2 | সিরিয়ার যে সমস্ত অনেক শহর এবং মফস্বল আজ সংবাদের শিরোনাম হচ্ছে, তার মধ্যে হোমস অন্যতম, যে শহরের পত্তন হয়েছিল খ্রিস্টের জন্মের ২৩০০ বছর পূর্বে। | 今日常在新闻头条中出现的叙利亚大小城镇中,霍姆斯的历史可以追溯到西元前 2300 年。 |
3 | মাসের পর মাস জুড়ে বোমা বর্ষণের ফলে সৃষ্ট প্রচণ্ড ধ্বংসের চিহ্ন বিনষ্ট ঐতিহাসিক ভবন ও স্থাপত্য, শত শত উদ্বাস্তু নাগরিক এবং হাজার হাজার ব্যক্তির শহীদ হওয়ার মত ঘটনার মাঝে দৃশ্যমান হচ্ছে। | 长达数月的轰炸对许多历史建筑和房屋造成巨大的破坏,也产生了数十万难民和数千名牺牲者。 |
4 | ইতিহাসে হোমস | 历史上的霍姆斯 |
5 | ৪,৩০০ বছরের পুরোনো হোমস (খ্রিষ্টপূর্ব ২৩০০ সালে যেখানে প্রথম বসতি স্থাপন হয়) ঐতিহাসিকভাবে যে শহর এমেসা ( স্থানীয় সূর্যদেবের প্রতি শ্রদ্ধাশীল একদল ব্যক্তি ছিল যার বাসিন্দা) নামে পরিচিত ছিল, সেটি বর্তমানে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং ব্রাজিলের বেলো হরিজোনটে শহরটি এই শহরের মত করে তৈরি করা। | 拥有四千三百年历史的霍姆斯(最早的居民出现于西元前 2300 年)过去被叫做埃美萨(地方人民敬拜的太阳神的集会),是叙利亚第三大城,也是巴西贝洛奥里藏特的姊妹市。 霍姆斯的古迹可列出一长串名单,像是哈立德. |
6 | হোমসের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেমন খালিদ ইবিন আল-ওয়ালিদ মসজিদ, ছাদের উপর বাজার, এবং এই শহরটি বেশ কিছু ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ এলাকা রয়েছে যেমন দি কারাক দে শেভেলিয়ার এবং সালাহ-এদ-দিন-এর দুর্গ, যা কিনা মধ্যযুগের তৈরি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত এক দুর্গ। | 本. 瓦利德清真寺、有屋顶的市集,还有世界遗产像是骑士堡、世界上最重要的中世纪城堡之一萨拉丁堡。 |
7 | খুব সামান্য সংখ্যক ব্যক্তি হয়ত জানে যে উম আল জেনার চার্চের সম্পত্তি দি হলি বেল্ট অফ সেন্ট মেরি নামক চার্চ পঞ্চম শতকে ছিল সেন্ট এলিয়ান চার্চের সম্পত্তি যেখানে উক্ত সাধুর সমাধি রয়েছে। | 鲜有人知道圣玛莉圣带就在 Um al-Zennar 教堂的藏宝中,而第五世纪建造的圣伊利安教堂中有着他本人的坟墓。 |
8 | সিরিয়ায় হোমসের-এর ক্ষতিগ্রস্ত (উম আল জেনার) দি হলি বেল্ট-এর সেন্ট মেরি চার্চ। সূত্রঃ আর্কায়েও লাইফ ব্লগ। | 叙利亚霍姆斯的圣玛莉圣带教堂(Um Al-Zennar)受到的破坏。 |
9 | ঐতিহাসিকভাবে হোমস মজার এবং বিচিত্র রহস্যের এক শহর। | 来源:考古人生博客 |
10 | ডিসেম্বর ১২৬০ সালে হোমসের প্রথম যুদ্ধে হালাকু খান পরাজিত হয়েছিল। | 霍姆斯的历史上充满有趣而奇异的谜团。 |
11 | সিরিয়া এবং প্রাচ্যের অন্য সব শহরের মত মোঙ্গলরা হোমাস শহরে প্রবেশ করেনি। | 1260 年十二月,旭烈兀汗在霍姆斯的第一场战役中被击败。 |
12 | প্রবাদ আছে যে উচ্চ মাত্রায় পারদ থাকার কারণে হোমসের মাটিতে কাঁকড়াবিছা বেঁচে থাকতে পারে না। | 蒙古人没有像进入其他东方和叙利亚城市一样进入霍姆斯,因为传说这里的土壤水银含量太高,连蝎子都无法生存。 |
13 | এই শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ওরেন্টাস নদী হচ্ছে সিরিয়ার একমাত্র নদী যা দক্ষিণপূর্ব দিক দিয়ে বয়ে যায়। | 流经城市的奥龙特斯河是唯一一条由南向北流的河,这里在善心人士的努力和社区有效的社会服务机制之下,街道上看不到乞丐。 |
14 | আবার বলা যায়, হোমস শহরের রাস্তাগুলো প্রায় ভিক্ষুকমুক্ত, যা মূলত কিছু ভালো মানুষের প্রচেষ্টা এবং এখানকার সম্প্রদায়ের কার্যকর সমাজ সেবার পরিচালনার কারণে সম্ভব হয়েছে। সিরিয়ার হোমস শহরের একটি দুষ্পাপ্য ভিডিও যা কিনা ইবন হোমস ইউটিবে শেয়ার করেছেন, যেখানে ১৮৮০ থেকে ১৯৫০ সালের বিভিন্ন ছবি প্রদর্শিত হয়েছে। | IBN HOMS 在 Youtube 上分享了一段影片,内容是叙利亚霍姆斯 1880 年到 1950 年间的珍贵影像。 |
15 | হামলার মুখে হোমস। | 炮火下的霍姆斯 |
16 | যদিও এই শহর সিরিয়াকে আত্তাসি পরিবার থেকে তিনজন রাষ্ট্রপতি প্রদান করেছে এবং এই শহর আসাদ-এর স্ত্রী ( আলখারাস) এর আদিবাস ছিল। | 虽然叙利亚有三个总统来自本城的阿塔西家族,这里也是阿萨德妻子(Alakhras)的家乡,数千名霍姆斯人却是第一批走上街头抗议叙利亚政权的民众。 |
17 | হোমস হচ্ছে সিরিয়ার সেই সমস্ত নগরের মধ্যে প্রথম যার হাজার হাজার নাগরিক সিরিয়ার শাসকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমে আসে। | 自那以来这个城市便受到强力轰炸,即使各界呼吁拯救包括巴布德瑞布老街区在内的叙利亚滨危古迹,炮火依然不停落下。 |
18 | আর এরপর থেকে হুমকির মুখে থাকা সিরিয়ায় ঐতিহাসিক এলাকাসমূহ রক্ষার আহ্বান সত্ত্বেও মাসের পর মাস জুড়ে এই শহরে ক্রমাগত বোমা বর্ষণ করা হচ্ছে, যার মধ্যে বাব আল দারিবে নামক ঐতিহাসিক এলাকাও রয়েছে । | YouTube 网友 Saif Hurria 报导了 Jourat alshiah 区倾倒的建筑和所受的严重破坏。 |
19 | ইউটিউব ব্যবহারকারী সাইফ হুরিয়া ভেঙ্গে পড়া ভবন এবং জুরাত আলশিয়াহ এলাকার ব্যাপক ধ্বংসলীলার বিষয়ে সংবাদ প্রদান করেছেন [ইংরেজি ভাষায়। টাম্বলারে, সল্ট এন্ড ফিলফিল একটি ছবি পোস্ট করেছে, যে ছবিতে ১৯৩০ থেকে ২০১২-এর মাঝে জুরাত আলশিয়াহর কেন্দ্রীয় এলাকার তুলনা করা হয়েছে। | Tumblr 上网友 salt-and-filfil 上传了一张照片比较 1930 年和 2012 年的 Jourat alshiah 区。 |
20 | আসাদ শাসনের পূর্বে ১৯৩০ সালে হোমস শহর। আসাদ-এর শাসনামলে ২০১২ সালে হোমস শহরের অবস্থা। | 1930 阿萨德政权之前的霍姆斯市 - 2012 阿萨德政权之后的霍姆斯市。 |
21 | সূত্রঃ টাম্বলারের সল্ট এন্ড ফিলফিল। একই সাথে সিরিয়াঅস্ট্রেলিয়াটিভি ১১ অক্টোবর ২০১২-এ আলকাউসার-এর কেন্দ্রীয় এলাকা ধবংসের সংবাদ প্রদান করেছে ( ইংরেজিতে-এর সাবটাইটেল প্রদান করা হয়েছে ) | 来源:Timblr 网友 salt-and-filfil。 |
22 | সিরিয়াঅস্ট্রেলিয়াটিভি নামক সেই একই ব্যবহারকারী অন্য আরেকটি ভিডিওতে ৭ অক্টোবর, ২০১২-এ একটি রকেট হামলায় সৃষ্ট ব্যাপক ধবংসের দৃশ্য তুলে ধরছে। | 另外叙利亚澳洲电视报导了 2012 年十月十一日 AlQusour 区的毁坏情况。 |
23 | শহীদ এবং উদ্বাস্তু শাম নিউজ নেটওয়ার্ক বা এস. | 同一个叙利亚澳洲电视帐号还上传了另一则影片,展示 2012 年十月七日一枚火箭造成的严重破坏。 |
24 | এন. | 烈士与难民 |
25 | এন-এর এক সংবাদ অনুসারে হোমসের উপর সংঘঠিত হামলায়-এর ৭,২০৪ জন নাগরিক শহীদ হয়েছে এবং শহরটির বেশীরভাগ বাসিন্দা তাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে, সে সমস্ত ২০ লক্ষ নাগরিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে। | 根据 Shaam 新闻网(S. |
26 | সিরিয়ার হাজার হাজার উদ্বাস্তু শিশু তীব্র শীতের মত এক ভয়াবহ হুমকির মুখে রয়েছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে শীত মৌসুম শুরু হয়েছে। | N.N)报导,霍姆斯有七千两百零八名牺牲者,大部分居民也已逃离家园成为两百万难民的一部分。 |
27 | সেফ দি চিলড্রেন নামক সংস্থা এই সমস্ত শিশুদের দেখাশোনায় সাহায্য করছে যারা: | 当中东地区的冬天来临,数千名逃难儿童将面对严寒的危机,拯救儿童组织正设法帮助他们: |
28 | এই সমস্ত শিশুদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা, যেমন খাবার এবং কম্বল তারা সরবরাহ করছে এবং এই বেদনাদায়ক ঘটনা টিকে থাকতে সাহায্য করার তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করছে। | 满足他们的基本需求,像是食物和毯子,并帮助他们面对并处理这场悲剧。 |
29 | তবে প্রতিদিন সংঘর্ষের তীব্রতা উত্তরোত্তর বাড়তে থাকায় প্রেক্ষাপটে উল্লেখযোগ্য সংখ্যক শিশু পালিয়ে যাচ্ছে এবং আমরা উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হয়েছি যা ক্রমশ আরো খারাপের দিকে গড়াচ্ছে। | 然而从暴力冲突中逃出的孩子数量每天都在增加,我们面对的难民危机越来越严重。 |
30 | দয়া করে আমাদের আজই দান করুন। | 请立即捐助我们。 |
31 | এক সাথে মিলে আমরা সিরীয় আরো অনেক উদ্বাস্তু শিশু যে সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে তাদের তা মোকাবেলা করতে পারি, তাদের জীবনকে পুনরায় গড়তে পারি এবং এক নির্মম যুদ্ধের আতঙ্ক থেকে তাদের ফিরিয়ে আনতে পারি। | 你我携手合作可以帮助更多叙利亚难民儿童度过难关,从残酷的战争创伤中复原并开始新的生活。 |