# | ben | zhs |
---|
1 | কেরালার সৌর ক্ষেত্র এবং সরকার প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছে | 印度政府卷入喀拉拉邦太阳能发电骗局 |
2 | ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি একটি সৌর শক্তি নীতির খসড়া করা হয়েছে। | 印度卡拉拉邦近期草拟了太阳能政策,着重在发展个体户的太阳能系统安装,这项政策被认为可为能源缺乏地区带来助益。 |
3 | তাই ধরে নেওয়া হয়েছে এটি জ্বালানী শক্তি উপবাসী রাজ্যটিতে কিছু সুখবর বয়ে নিয়ে আসবে। | 但是不久卡拉拉邦这个刚开始发展的太阳能市场就受到破坏,原因是有政府官员涉入一场诈骗。 |
4 | খসড়া নীতিটি ব্যক্তিমালিকানাধীন সৌর যন্ত্রাদি স্থাপনকে কেন্দ্র করে করা হয়েছে। কিন্তু স্বল্প সময় পরেই, একটি সুদূরপ্রসারী প্রতারণা মামলায় সরকারী কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের বিতর্কে কেরালায় অঙ্কুরিত সৌর শক্তির বাজারটি আপনা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। | 2013年7月Saritha S Nair of Vattapara和她的男友 Biju Radhakrishnan在Chegannur被逮捕,据称他们和人们募集数百万卢比的资金,要投资在印度各地的太阳能和风力磨坊农场。 |
5 | সারিথা এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণ ভারতের বিভিন্ন স্থানে সৌর শক্তি ক্ষেত্র এবং বায়ু কল খামারে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ রুপি হাতিয়ে নেয়। | 据他们的说词,人们参与太阳能和风力发电投资计划,这些电将被销往缺电的Tamil Nadu邦,就立即能产生获利回馈投资者。 |
6 | এ অভিযোগে ২০১৩ সালে জুনের শুরুতে ভাত্তাপাড়ার সারিথা এস নায়ের এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। এই জুটির বক্তব্য অনুযায়ী সৌর ও বায়ু খামারগুলোতে শক্তি উৎপন্ন হবে, যা দ্রুত মুনাফা আয়ের জন্য জ্বালানি শক্তি উপবাসী তামিল নাড়ুতে বিক্রয় করা হবে। | Nair和Radhakrishnan在Kochi经营一家公司,名为“太阳能再生能源解决方案公司(Team Solar Renewable Energy Solution)”。 |
7 | জুটিটি এই স্কীমটিতে অর্থ প্রদানে জোরপূর্বক লোকজনকে প্রলোভিত করতে তাঁদের প্রতিশ্রুতি দেয় যে ক্ষতিগ্রস্তরা ব্যবসাটির মালিকানার অংশীদার হবে এবং ফলস্বরূপ অভাবনীয় লাভ পাবে। | 他们提出承诺,让投资者能拥有此事业的一部份并且享受收益,诱使受害者捐款给他们的太阳能投资计划。 |
8 | কোচি শহরের চিত্তর রোডে নায়ের এবং রাধাকৃষ্ণ “টীম সোলার রিনিউয়েবল এনার্জি সল্যুশনস” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। | 在他们被逮捕后,调查发现他们与政府有所接触,一些喀拉拉邦政府首长的私人助理因涉及这项丑闻而被解雇,因为这些助理报告的资讯偏袒Nair和Radhakrishnan。 |
9 | তাঁদেরকে গ্রেপ্তারের পর, ভাত্তাপাড়া ও রাধাকৃষ্ণের সাথে, কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির কয়েকজন ব্যক্তিগত সহকারীরসম্পৃক্ততা প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার পর তাদেরকে চাকরিচ্যুত করার কারণে রাজ্য সরকার কলঙ্কিত হয়। | 该首长承认曾与Radhakrishnan有接触,但他不管反对党的抗议声浪,拒绝为此事件辞职。 |
10 | মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি নিজে রাধাকৃষ্ণের সাথে যোগাযোগ করেছিলেন। | Ucilia Wang 在科技部落格上探讨这个补贴计划: |
11 | কিন্তু বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রযুক্তি ব্লগ গিগা ওমে উসিলিয়া ওয়াং স্কীমটি নিয়ে গবেষণা করেছেনঃ | 在这场骚动的核心有两个骗子:Biju Radhakrishnan和Saritha S. |
12 | ব্রোউহাহার কেন্দ্রস্থলে অভিযুক্ত দুই জালিয়াত বিজু রাধাকৃষ্ণ ও সারিথা এস নায়ের সস্তায় সৌর প্যানেল স্থাপনের প্রতিশ্রুতির দিতে ডাক্তারদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। | Nair,据传闻他们承诺安装便宜的太阳能板,但在他们收到钱之后,就关闭手机并企图逃逸而被警方逮捕。 |
13 | এরপর তাঁরা টাকা নেয়, তাঁদের ফোন বন্ধ রাখে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। | 一些喀拉拉邦的官员亦被指控曾经帮助这两个人。 |
14 | পুলিশ উভয়কে গ্রেপ্তার করেছে। | 安装在Tamli Nadu邦Auroville镇Sahana森林社区的太阳能板。 |
15 | কেরালার কিছু সরকারি কর্মকর্তাকে এই দুইজনকে সাহায্য করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তামিল নাড়ুর আউরোভিলে সাধনা ফরেস্ট কমিউনিটিতে সৌর প্যানেল। | 照片:Flickr by Premasagar Rose(CC BY-NC 2.0) |
16 | ফ্লিকারে তোলা ছবিটি নিয়েছেন প্রিমাসেগার রোজ। সিসি বাই-এনসি ২. | 部落客Nikhil Narayanan (@nikhilnarayanan) 藉由一则新闻报导了这个事件,并为此事件敲响警钟: |
17 | ০ একটি সংবাদ প্রতিবেদন থেকে ব্লগার নিখিল নারায়ন (@নিখিলনারায়ন) শেয়ার করেছেন যে, চক্রটি বেশ বড়ঃ @নিখিলনারায়নঃ সৌর প্রতারণা মামলার সাথে জড়িত টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী শালু মেনন, @উম্মেন_চান্ডির ছেলে ও তাঁর ভাইয়ের ছেলে, উভয়ের বন্ধু - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … | 连续剧女主角Shalu Menon和此太阳能诈骗也有牵连,她是政府首长儿子和外甥的朋友。 http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … |
18 | সুপারফ্যাটম্যান (@জিওফিরাজ) লিখেছেনঃ | 另一名网友Superfatman(@geophyraj) 写道: |
19 | @জিওফিরাজঃ কেরালা সরকার একজন রাজ্য সরকারের কর্মচারিকে বরখাস্ত করেছে, কারন তিনি সৌর প্যানেল নিয়ে সরকারের প্রতারণার একটি খবরের লিংক শেয়ার করেছেন। | 一名政府雇员分享了一则有关于政府太阳能产业的丑闻,而遭到喀拉拉邦政府停职处分。 |
20 | কেরালা কি তবে এখন চীনে ? | 请问喀拉拉邦是在中国吗? |
21 | সুপারফ্যাটম্যান এখানে উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে ব্যাপক প্রতারণার কারণে চীনের সরকার সৌর খামারে জন্য এর ভর্তুকি স্কীম বাতিল করতে শপথ করে। | Superfatman认为中国政府因为太阳能补贴政策发生庞大诈骗,因而宣布要在2013年取消太阳能农场的政策补贴。 |
22 | যেহেতু সরবরাহ উৎসগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে নেমে যাচ্ছে, সেহেতু কেরালার জ্বালানি শক্তি পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। | 当太阳能政策补贴即将用完,以及现有的太阳能产量规模正在缩减时,喀拉拉邦的电力供应正面临严峻的挑战。 |
23 | বিরোধীদলীয় নেতা ভিএস আকুথানন্দন এ কথা স্বীকার করেছেন এবং সৌর প্রতারনা মামলাটি হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, “বিষয়টি এমন যে একটি রাজ্য, যেখানে জ্বালানী সংকট এতো প্রকট হতে চলেছে, সেখানে সৌর শক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে''। | 反对党领袖VS Achuthanandan承认此现况,他也提到先不论太阳能骗局的个案,当一个邦发生电力危机时,事实上太阳能发电仍有庞大的潜力能成为出色的解决方案。 |
24 | এই প্রতারণা মামলা থেকে কী শিক্ষা নেওয়া উচিৎ তা সম্পর্কে উসিলিয়া ওয়াং প্রস্তাব করেছেনঃ | Ucilia Wang 则建议该从这次的骗局学到教训: |
25 | পরিচ্ছন্ন জ্বালানী শক্তির ব্যবহার বাড়াতে, সৌর স্থাপনাতে ভর্তুকি প্রদান একটি গুরুত্বপূর্ণ পথ দেখিয়ে দিবে। | 安装太阳能的津贴补助是一个推动干净能源的重要方法,可由欧洲、美国和日本太阳能市场的发展提供佐证。 |
26 | ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে সৌর বাজারের বিস্তার যার প্রমাণ দেয়। | 但是这些投资必须伴随着一些规定,用以管制安装业者并且保护消费者避开诈骗。 |
27 | কিন্তু এসকল বিনিয়োগের ক্ষেত্রে স্থাপনাকারিদের নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নীতিমালা থাকতে হবে। | 译者:Rezwan 校对:Fen |