Sentence alignment for gv-ben-20110402-16665.xml (html) - gv-zhs-20110403-8497.xml (html)

#benzhs
1বলিভিয়া কোকা পাতা চিবানো নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে
2জাতিসংঘ ২০১০ বিশ্ব মাদক সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছ বলিভিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম কোকা উৎপাদনকারী দেশ।
3তবে, যুক্তরাষ্ট্রের যে সব কর্মী মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজে (ডিয়া বা ড্রাগ এনফোর্সমেন্ট এ্যাডমিনিস্ট্রেশন) রয়েছে, তাদের শীঘ্রই এই দেশটিতে ফিরে আসার কোন সম্ভাবনা নেই।
4দি ল্যাটিন আমেরিকানিস্ট ব্লগ:嚼食古柯叶是否应查禁?
5যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেসকে ক্ষমতা থেকে অপসারণ প্রচেষ্টার ষড়যন্ত্রে অভিযোগে অভিযুক্ত করার পর, ২০০৮ সালে মোরালেস সে দেশে অবস্থান করতে থাকা মাদক নিয়ন্ত্রণ এজেন্সির লোকজনকে বলিভিয়া থেকে বের করে দেয়।
6বিশ্বজুড়ে কোকা চিবানোর উপর নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে মোরালেসের অবস্থান নেওয়ার কারণে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং বলিভিয়ার সরকারে মধ্যে টানা-পোড়েন সম্পর্কের সৃষ্টি হয়েছে।
7বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস, দেশটির রাষ্ট্রপতি হবার আগে লড়াকু এক কোকা চাষী ছিলেন এবং তিনি অত্যন্ত জোরালো ভাবে কোকা চাষ এবং তা চিবানোর পক্ষে। বলিভিয়ার কোকা বাজার।联合国2010年世界毒品报告中,将玻利维亚列为世界第三大古柯叶生产国,但美国缉毒局(DEA)干员短期内都无法再进入玻国,The Latin Americanist指出:
8ছবি ফ্লিকার ব্যবহারকারী ওরিয়ানামোদোর (সিসি বাই-এনসি-এসএস ২. ০) কোকা বীজ চিবুলে, তা হালকা এক উত্তেজনার সৃষ্টি করে এবং উচ্চতা জনিত অসুস্থতায় কোকা পাতা চিবানোর বিষয়টি আন্দেজে ব্যাপক ভাবে প্রচলিত।2008年,美国大使遭指控企图推翻玻利维亚总统,缉毒局人员便遭禁止在玻国内行动;后来玻利维亚政府鼓动他国反对嚼食古柯叶的禁令,也与美国立场相左。
9কোকা পাতা চিবানো বা তা চায়ের সাথে মিশিয়ে পান করার আন্দিজের আদিবাসীদের এক ঐতিহ্যবাহী রেওয়াজ।玻利维亚总统莫拉列斯(Evo Morales)过去也曾是古柯叶武装农民,非常积极支持种植与嚼食古柯叶。
10১৯৯৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক গবেষণা (এই গবেষণার প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ট্রানজিশনাল ইনিস্টিটিউটের ওয়েবসাইটে এই গবেষণার খানিকটা অংশ পাওয়া যাবে) বলা হয় যে, কোকা পাতা চিবানোর ফলে তা শরীরে কোন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে না; তার বদলে আন্দিজের আদিবাসী জনগোষ্ঠী তাদের চিকিৎসা সংক্রান্ত, ধর্মীয় কর্মকাণ্ড, এবং সামাজিক কার্যক্রমে কোকা পাতা ব্যবহার করে ভালো অভিজ্ঞতা লাভ করেছে।
11ব্লগিং বাই বজ একটা সারাংশ তৈরি করেছে। কোকা পাতা চিবানো বন্ধ করা, চা হিসেবে পান করা বা তা বহন করার উপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে কোন যুক্তিযুক্ত কারণ নেই।玻利维亚的古柯叶市场,照片来自Flickr用户orianomada,依据创用CC BY-NC-SA 2.0授权使用
12কোকা পাতার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি এ অঞ্চলের সংগঠিত প্রান্তিক অপরাধ অথবা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কোন সহায়তা করবে না। কোকা পাতা চিবানো জন স্বাস্থ্যের বিষয় নয়, এমনকি তা বৈধ করা হলেও, বিষয়টি জন স্বাস্থ্যের জন্য হুমকি হবে না।嚼食古柯叶会产生些微兴奋感,主要用来治疗高山症,在安地斯山脉地区,拿古柯叶嚼食或泡茶为原住民传统习俗,世界卫生组织于1995年的一份研究(全文刊登遭到禁止,但部分内容可于Transnational Institute网站上见到)指出,使用古柯叶并无任何负面影响,安地斯山脉原住民反而因此在治疗、宗教及社会方面有正面效益,Blogging by boz提到:
13বলিভিয়া এবং পেরুর কোকা পাতা বিষয়ক জাতি সংঘের তদন্ত কমিটির এক প্রশ্নবোধক এবং বিস্তারিত নিন্দা সূচক তদন্তের (১৯৪৯), এর প্রেক্ষাপটে ১৯৬১ সালে জাতি সংঘের এক একক অধিবেশনে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশে, ২৫ বছরের মধ্যে চিবিয়ে খাওয়া কোকা পাতার গাছ ধ্বংস করার বিষয়ে এক চুক্তি কার্যকর করা শুর হয়।
14জাতিসংঘের এই নিষেধাজ্ঞার যাতে সমাপ্তি ঘটে, বলিভিয়া আবার সে ব্যাপারে তার কণ্ঠ তুলে ধরে। বলিভিয়ার এই অনুরোধ যাতে পালিত না হয় যুক্তরাষ্ট্র তার জন্য চেষ্টা করে যাচ্ছে।要查禁嚼食、冲泡、运送古柯叶,根本找不到好理由,且禁令亦无助于对抗西半球跨国犯罪组织及毒品走私,嚼食古柯叶并非公共卫生议题,若改列合法也不会影响大众健康。
15যুক্তরাষ্ট্র আরো উল্লেখ করেছে, এই আইনের এক সংশোধনের ফলে দেখা যাচ্ছে যে মাদক বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ে বলিভিয়ার সহযোগিতার অভাব দেখা যাচ্ছে।
16বলিভিয়ার নাগরিকরা এক শোভাযাত্রা বের করেছে যার নাম “চিউ-ইনস” (এখানে চিউ ইন নামক শোভাযাত্রার স্লাইড শো দেখতে পাবেন যা আন্দিয়ান ইনফরমেশন নেটওয়ার্কের সৌজন্যে পাওয়া)।
17সরকারের সমর্থনে তারা এই আইনের এক সংশোধনের দাবি জানাচ্ছে। হেমিসফিয়ারিক ব্রিফ এর সাথে যোগ করেছে:“联合国玻利维亚暨秘鲁古柯叶研究委员会”于1949年进行短暂调查后,联合国毒品大会于1961年下令在协约生效25年之内,要消灭嚼食古柯叶的情况,玻利维亚则主张要消灭这项禁令。
18কোকালেরো এবং শাসক মাস (এমএএস) দলের নেতা লিওনিলডা জুরিতা, যুক্তরাষ্ট্রের অবস্থানকে বিশ্বের বেশির ভাগ দেশের চিন্তার বাইরের অবস্থান বলে উল্লেখ করেছেন।
19“বিভিন্ন দেশ আমাদের সমর্থন দিচ্ছে যাতে আমরা এর বিরুদ্ধে (কোকা চিবানোর ক্ষেত্রে) যে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে তা উঠিয়ে ফেলতে পারি; একমাত্র যে দেশটি আমাদের বিরোধিতা করছে, সেটি হল যুক্তরাষ্ট্র,” জুরিতা এএফপিকে এই কথাগুলো বলেন।美国阻挡玻国要求,藉由一项条文修正案,指控玻利维亚不愿合作对抗毒品贸易,玻国人民则举办示威活动、“嚼食静坐”(影像记录请见Andean Information Network),支持政府推动修正案,Hemispheric Brief表示:
20এখানে ভাবনার বিষয় এটি যে, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অবৈধ মাদক প্রবেশ করে, কি করলে তার পরিমাণ কমে আসবে। চিবিয়ে খাওয়া কোকা পাতার চাষ বন্ধ করলে কি তা এই ক্ষেত্রে এক শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।古柯农兼执政党领袖Leonilda Zurita指出,美国的立场与世界许多国家脱节,他向法新社强调,“许多国家支持我们,主张将嚼食古柯叶除罪化,只有美国反对”。
21মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের সাহায্যে পরিচালিত “প্লান কলম্বিয়া” নামক পরিকল্পনা গ্রহণ করতে বলছে, কিন্তু এর সমালোচকেরা একে একটি ব্যর্থ পরিকল্পনা বলে অভিহিত করে।
22বড় বড় মাদক পাচারকারী দল বা কার্টেলদের কর্মকান্ড পরিচালনা বন্ধের জন্য তারা এগুলোকে ভেঙ্গে ফেলার কৌশল গ্রহণ করে, কিন্তু দ্রুত ছোট ছোট দলগুলো সেই জায়গা পুরণ করে ফেলে, যাদের খুঁজে বের করা,পর্যবেক্ষণে রাখা, এবং ধ্বংস করে খুবই কঠিন। এই বিষয়টি বলিভিয়ায় আন্তরিকতার সাথে পর্যবেক্ষণ করেছে।关键在于,究竟要采取什么方式,才能减少非法药物进入美国,而禁止嚼食古柯叶对此会有何影响,美国官员建议墨西哥,参考美国所支持的“哥伦比亚计划”,做为反毒战范例,不过批评者指称这项政策失败,阻断大型毒枭之间的联系之后,立刻有较小的组织取而代之,更难追踪、监控与渗透。
23এ ফ্রান্সিকান এ্যব্রোড নামক ব্লগে স্টিফেন এন. ডিউইট.玻利维亚情况亦然,Stephen N.
24জানাচ্ছে: আমি যে সময় ভাষা শিক্ষা স্কুলে কাজ করতাম, সে সময় স্কুলের একদল ছাত্র বলিভিয়ার এক বড় আকারের কোকা চাষের এলাকা পরিদর্শন করতে যায় এবং তারা সেখানে মাদক প্রতিরোধ নীতি নিয়ে কথা বলে।DeWitt在A Franciscan Abroad提到:
25তারা আমাদের জানায় যে, উক্ত এলাকার বেশির ভাগ মাদক তৈরি বিষয়টি সেখানকার গুটিকয়েক পরিবারের হাতে। সেখানে সামান্য কয়েকটি পরিবার আছে, যারা অল্প কিছু অপরিশোধিত কোকার মালিক, যেগুলোকে রপ্তানি করার জন্য কলম্বিয়া পাঠিয়ে দেওয়া হয় [অসুস্থ্য], এবং পরে এটিকে কোকেনে রুপান্তরিত করার জন্য অন্য কোন স্থানে পাঠানো হয়।我在当地期间,语言学校举办活动,前往玻利维亚一处古柯大型种植区域,并访问缉毒警员,他们表示,当地毒品运作多数为家族事业, 这些小家庭处理少量古柯原料后,出口至哥伦比亚及其他国家,再精炼为古柯硷;这些团体使用相对廉价且便于携带的设备,能够随时移动,若行踪曝光也能立刻弃 置,要减少团体数几乎不可能,逮捕或关闭一家,马上会有另外十家接手。
26এই দলের লোকেরা তুলনামূলক ভাবে সস্তা এবং বহনযোগ্য যন্ত্রপাতি ব্যবহার করে যাতে তারা সহজেই চলাফেরা করতে পারে, অথবা যদি তাদের আস্তানা আবিষ্কার হয়ে পড়ে তাহলে যেন সেগুলোকে সহজেই সেখানে ফেলে যেতে পারে।
27এই সমস্ত দলগুলোর সংখ্যা কমিয়ে আনা প্রায় অসম্ভব। যখন আপনি একজনকে গ্রেফতার করবেন অথবা একটা দলকে ধ্বংস করে ফেলবেন, তখনই আরো দশটা দল সেই স্থান দখল করার জন্য তৈরি হয়ে যাবে।也有些人怀疑美国为何阻挡修正案,Blogging by boz指出:
28এই সংশোধনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টিতে কিছুটা সংশয় রয়েছে-ব্লগিং বাই বজ লিখেছে:美国政府不愿轻易获得政策胜利,不愿让玻利维亚的修正案过关,选择浪费政治资本,捍卫50年制定、既无效又无价值的政策。
29এই বিষয়ে সহজ এক জয়ের নীতি গ্রহণ করা এবং বলিভিয়াকে এই সংশোধনী পাস করতে দেবার বদলে, ওবামা প্রশাসন এমন এক অকার্যকর এবং কার্যত অর্থহীন নীতি গ্রহণ করছে, যা ৫০ বছর আগে লেখা হয়েছে এবং সেটিকে রক্ষার জন্য তারা তাদের রাজনৈতিক পুঁজিকে নষ্ট করছে।
30কোকা থেকে পাওয়া অর্থ সংস্কৃতিক ভাবে সংবেদনশীল এবং আদিবাসী জনতার অধিকারের জন্য সাহায্যকারী।是否允许嚼食古柯叶,关乎是否在意原住民文化及权利,不过打击毒品走私等政策也与之相连,美国与玻利维亚在此事意见相左,唯有同时考量双方意见,才有可能找到更能令人接受的折衷版本。
31তবে এখনো, আরো কিছু বিষয় যেমন রয়েছে, যেমন মাদক বাণিজ্যের বিরুদ্ধে লড়াই এই বিষয়ের সাথে যুক্ত।校对:Soup
32যখন যুক্তরাষ্ট্র এবং বলিভিয়া বিপরীত অবস্থান গ্রহণ করেছে, এ ক্ষেত্রে এক বিবেচনা যোগ্য ভাবনা হয়ত উভয়ের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য ছাড় দেবার মত জায়গায় তৈরি করতে পারে।