Sentence alignment for gv-ben-20120403-24380.xml (html) - gv-zhs-20140607-13620.xml (html)

#benzhs
1দক্ষিণ এশিয়া: আমরা প্রতিদিনই ‘আর্থ আওয়া'র পালন করি南亚: 我们每天都在「地球一小时」
2‘আর্থ আওয়ার' বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল (ডাব্লিউডাব্লিউএফ) আয়োজিত একটি বিশ্বব্যাপী সচেতনতা অনুষ্ঠান, যা প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবারে পালিত হয়ে থাকে।地球一小时 (Earth Hour) 是由世界自然基金会 (World Wide Fund for Nature,简称WWF) 发起的全球性活动,在每年三月的最后一个礼拜六举办。
3জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিনে গৃহস্থালী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একঘণ্টার জন্যে তাদের অপ্রয়োজনীয় আলোগুলো নিভিয়ে রাখতে অনুরোধ করা হয়।在这一天,民众及商家会关掉不必要的电灯及耗电产品一个小时,藉此提升大众对天气变迁的意识。 全球有超过135个国家的5,200多个城市及小镇在2011地球一小时断电参加此活动。
4২০১১ সালের আর্থ আওয়ারে বিশ্বব্যাপী ১৩৫টি দেশের ৫,২০০-এরও বেশি শহর তাদের আলো নিভিয়ে রেখেছিলো এবং এবছর ঢাকা, বাংলাদেশ-এর মতো আরো অনেক শহর যোগ দিচ্ছে।而今年更多的城市,例如孟加拉国的达喀尔市,将会参与这项盛事。
5দক্ষিণ এশিয়া জ্বালানী বুভুক্ষু অনেকগুলো উন্নয়নশীল দেশের অঞ্চল।在南亚,有许多开发中的国家非常需要电。
6ভারতীয় এই উপমহাদেশে কোটি কোটি জনগণের বিদ্যুৎ সংযোগ নেই এবং জ্বালানী ও শক্তি ক্ষেত্রটি দুর্নীতি এবং অদক্ষতা সমস্যায় জর্জরিত।在印度次大陆,有数百万的人家里没有电,而有电的地区却被贪污以及低效能发电所困扰。
7সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় অনেক দেশই বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণ করতে লোডশেডিং (পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ) ব্যবহার করে।再者,因为需要远大于供给,所以许多国家都采取轮流停电或是分区限电的措施来配给电力。
8প্রতিদিনের পরিস্থিতির উপর নির্ভর করে নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশে ৪ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হয়ে থাকে।在尼泊尔、巴基斯坦、孟加拉国这些国家,每天都会视情况而有4到12小时的轮流停电。
9আর্থ আওয়ার পালনের বিষয়টি নিয়ে নেটনাগরিকেরা সামাজিক মিডিয়াতে কথা বলেছে।网友们也在网上发声表达对地球一小时的看法。
10কেউ কেউ আর্থ আওয়ার পালনের অনুরোধ করলেও অন্যেরা একে এটাকে একটা কৌতুক ছাড়া অন্যকিছুই মনে করছেন না।有些网友呼吁大家务必参与,而有些认为这根本是个笑话。
11এই অঞ্চল থেকে করা নিচের টুইটগুলোতে তাদের মনের কথার প্রতিফলন ঘটেছে:我们可以从以下南亚各国网友地推文看到他们的想法。
12বাংলাদেশ:孟加拉国
13@কাজীআহাদকাদের (কাজী আ.@KaziAhadKader (Kazi A.
14কাদের): “@ডেইলিষ্টারনিউজ বাংলাদেশ আজ রাতে প্রথমবারের মতো আর্থ আওয়ার পালন করবে…” এরকম গালভরা নাম রাখার অনেক আগে থেকেই আমরা এটা করছি।Kader): 「每日星报头条 (The Daily Star News) 孟加拉国今晚将首次参与地球一小时…」 在有这花俏的名字之前我们就开始这个活动了。
15@শুভ৬৬৬ (শুভ রশীদ): #বাংলাদেশ যে বিশ্বের অন্যতম একটি পরিবেশ সচেতন দেশ তাতে কোন সন্দেহ নেই।@shuvo666 (Shuvo Rashid): 难怪孟加拉国是全球数一数二有环保意识的国家。
16আমরা প্রতিদিন ১২বার আর্থ আওয়ার পালন করি!我们每天都举办地球一小时 12次!
17#ব্ল্যাকআউট#断电
18@ইরতেজা (ইরতেজা আলী): আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাংলাদেশে বিদ্যুতের ১২ঘণ্টা লোড শেডিং করে আর্থ আওয়ার ২০১২ পালন করতে যাচ্ছে।@irteja (Irteja Ali): 今天孟加拉国国有电力公司 (BDP),将在孟加拉国用12小时的轮流停电,来庆祝2012地球一小时。
19ভুটান:不丹
20@অমচ্যাং (অম চ্যাং): আজকে আমার একটা আর্থ আওয়ার হয়েছে এবং গতকালকেও একটা আর্থ আওয়ার হয়েছিল। এবং গতকালের আগের দিনেও।@AumChang(Aum Chang): 我今天参与了地球一小时。
21বিপিসি'র বিদ্যুৎ কর্তনকে ধন্যবাদ, আমি প্রতিদিনই একটা #আর্থআওয়ার উপভোগ করি! #ভূটান昨天也有,前天也有,在前一天也有。
22ভারতের উত্তরপূর্বস্থ প্রদেশের দিমাপুরে একটি আর্থ আওয়ার দৃশ্য।感谢BPC的断电,让我每天都能参加地球一小时!
23নাগাল্যাণ্ডের বিদ্যুৎ বিভাগ আর্থ আওয়ার উদযাপনের জন্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।在印度东北周,迪马普尔,的地球一小时景象。
24ছবি, সোরেই মাহং।那加兰邦电力公司断电以庆祝地球一小时。
25কপিরাইট ডেমোটিক্স (২৭/৩/২০১০)摄影者: Sorei Mahong
26ভারত:印度
27@সুয়োগ (সুয়োগ গাইধানি): ভারতে আর্থ আওয়ার একটা নির্মম কৌতুক।@suyogg (Suyog Gaidhani): 在印度,地球一小时是一个令人笑不出来的玩笑。
28@মাল্লুজাত (রমেশ মেনন): আর্থ আওয়ার উদযাপন করতে পারার মতো ভারতের ৭২%-এর কোন বিদ্যুৎ সংযোগ নেই।@MalluJat (Ramesh Menon): 72%印度没有电而庆祝地球一小时。
29বাকিদের মধ্যে ১% তাদের আলো বন্ধ রেখে জনসংযোগ এবং অভিনন্দন সূচক বার্তাগুলো পাঠিয়েছেন।其余里面的1%关掉电灯并互发 PR以及恭喜的讯息。
30@রিয়েলভারতকুমার (ভারত কুমার): ভারতের বিশেষ করে আমি যেখানে আছি সেখানে আমাদের প্রতিদিনই আর্থ আওয়ার হয়।@RealBharatkumar (Bharat Kuar): 在印度,尤其是我住的地方,我们每天都会地球一小时。
31তাই আপনারা যারা এক ঘণ্টার জন্যে আলো বন্ধ করেছেন, আমরা সেটা করি প্রতিদিন।只想跟那些关灯参与地球一小时的人说,我们每天都会地球一小时。
32@বীরেনবি (বীরেন ভাণ্ডারি): বিশ্বের মানুষকে এক ঘণ্টার আর্থ আওয়ারের ব্যাপারে উদ্বিগ্ন হতে হবে না, ভারত পুরোটাই করে ফেলছে!!@Virenb (Viren Bhandari): 在世界各地的各位,不用参加地球一小时。
33এখানে #নোবিজলী।因为印度已帮大家参加了。
34নেপাল:尼泊尔
35@আয়ুশবিস্তা (আরন): দয়া করে আর্থ আওয়ারের জন্যে আপনাদের আলো বন্ধ করে দিন!!@ayushbista (Aron): 请大家务必为地球一小时关灯!! 等等!
36চিন্তা করবেন না!算了!
37আমাদের তো লোডশেডিং আছেই।反正我们有轮流停电。
38নেপাল (চিরকালের জন্যে আর্থ আওয়ার)!!尼泊尔,(永远的地球一小时)
39@হার্ডফায়ার (অবিনাশ কুণ্ডালিয়া): নেপালে আমরা প্রতিদিনই আর্থ আওয়ার উদযাপন করি .. : পি@hardfire(Avinash Kundaliya): 在尼泊尔,我们每天都在庆祝地球一小时.. ?
40@সিণ্ডারেলাম্যান২৩ (সুমনকে রাজভাণ্ডারি): লোডশেডিং-এর কারণে #নেপাল বোধ হয় সবচেয়ে বড় আর্থ আওয়ার সমর্থক@cinderellaman23 (SumanK Rajbhandari): 因为轮流停电,尼泊尔应该是地球一小时最大的支持者
41@নাজুশ্রেষ্ঠা (নাজু শ্রেষ্ঠা): ঘটনাক্রমে আপনার আজ রাতে যদি লোডশেডিং না থাকে আর্থ আওয়ার সমর্থনে রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত আপনার আলো এক ঘণ্টার জন্যে বন্ধ রাখুন।@nazushrestha (Sujan Shrestha): 如果今晚没有轮流停电,请大家务必将灯关掉一小时,从8:30pm -9:30pm,来响应地球一小时。
42#নেপাল @টিএফসিনেপাল #এফবি在加德满都,民众参加60+地球小时活动。
43নেপালের কাঠমুণ্ডুতে একটি ৬০+ আর্থ আওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনগণ।摄影者: Sunil Sharma
44ছবি, সুনীল শর্মা।巴基斯坦
45কপিরাইট ডেমোটিক্স (২৬/৩/২০১১) পাকিস্তান:@adnanrasool ( Adnan Rasool):我必须说… 为什么有些财团要花一大堆钱来庆祝地球一小时… 我们每天每刻都在庆祝…
46@আদনানরাসুল (আদনান রাসুল): আমাকে বলতে হবে এই… বছরে কিছু নির্দিষ্ট কর্পোরেশন আর্থ আওয়ার উদযাপন করতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছে ..@AzeemUhassan (Azeemullah Hassan): 所以,巴基斯坦将在 8:30~9:30断电来庆祝地球一小时。
47আমাদের এটা ঘটছে প্রতি একঘণ্টা পর পর .. #পাকিস্তান还好我这里卡拉基 (Karachi)在这时段本来就没电 ?
48@আজীমউহাসান (আজীমুল্লাহ হাসান): তাহলে #পাকিস্তানে রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত আর্থ আওয়ার উদযাপিত হবে।@Mahamali05 (Maham Ali): 巴基斯坦也要地球一小时吗?
49ভাগ্যক্রমে সে সময়টাতে #করাচী'তে আমার এলাকায় কোন আলো থাকবে না : পি我们每天都至少地球六到八小时了。
50@মাহামআলি০৫ (মাহাম আলি): পাকিস্তানও কী আর্থ আওয়ার পালন করবে?发声带来改变(Speak For Change )在部落格里这写到:
51ইতোমধ্যে আমরা প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা আর্থ আওয়ার পালন করছি।地球一小时是一个非常严肃的议题,而我们不该反对它。
52পরিবর্তনেরজন্যেবলুন একটি ব্লগ পোস্টে লিখেছে:它比我们每天在国家不同地方的轮流停电还重要吗?
53আর্থ আওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই কারো এর বিরুদ্ধে লেখা উচিৎ নয়।这个问题是否比我们因停电一小时所带来的百万损失还严重吗?
54তবে এটা কী সারাদেশে আমাদের ভোগ করা প্রতিদিনের লোডশেডিং-এর চেয়ে বড় কোন বিষয়?这个问题是否比在各区医院因为断电而靠发电器来开刀的问题还严肃?
55এটা কী বিদ্যুতের অনুপস্থিতিতে শিল্পে আমাদের সবার কোটি কোটি টাকা ক্ষতির চেয়ে বড় কোন সমস্যা আরো গভীরতর কোন বিষয়?对我们这些活在开发中国家的人来说不是,因为我们有太多比这更严重的问题了。
56এটা কী বিদ্যুৎ না পাওয়ার কারণে স্থানীয় কোন হাসপাতালে বিদ্যুতের দেখা না মেলার কারণে আপৎকালীন জেনারেটরে নির্ভর করে রোগীর অপারেশনের চেয়ে গভীরতর কোন বিষয়?
57আমি মনে করি না এটা এরকম অসংখ্য দৃশ্যের চেয়ে গভীরতর কিছু নয়, কারণ এটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বসবাসকারী জনগণের জন্যে নয়।译者:Fabian Kuo 校对:Fen