# | ben | zhs |
---|
1 | এল সালভাদরঃ ওম্যান অফ দি ওয়্যার নামক তথ্যচিত্র শান্তি এবং ন্যায়বিচার-এর জন্য উৎসর্গকৃত | 萨尔瓦多战后妇女纪录片 |
2 | ওম্যান অফ দি ওয়ার নামক তথ্যচিত্রের একটি ক্রাউডফান্ডিং প্রচারণা সেই সমস্ত নারীদের কাহিনী তুলে এনেছে, যারা সালভাদরের গৃহযুদ্ধে (১৯৮০- ১৯৯২) অংশ নিয়েছিল এবং এখন তারা শান্তি, সাম্য এবং ন্যায়বিচারের দাবীতে নিজ নিজ সম্প্রদায়ের নেতৃত্ব প্রদান করছে। | 这场民众出资为战争下的妇女所举办的活动,是以诉说参与萨尔瓦多内战(1980-1992)妇女,以及她们带领小区走向和平、平等和正义的故事为目的。 |
3 | ইন্ডিগোগো-এর মাধ্যমে, লিয়ন ম্যাকক্রেকেন এবং থিওডোরা সিমন, ওম্যান অফ ওয়্যার-এর জন্য আংশিক অনুদান সংগ্রহ করেছেন, যে অর্থ কিনা একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণে প্রয়োজন, যার মধ্যে ২৮ জন নারীর কাহিনী থাকবে, এই বিষয়ে একটি ছবি রচনা (ফটো এসে) প্রকাশ করা হয়েছে এবং এই বিষয়ে এল এলসালভাদর ও যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। | 透过IndieGoGo这个募款网站, 摄影师Lyn McCracken 和社会运动家 Theodora Simon两位目前正在募集资金支持《战争下的妇女》这部纪录片的拍摄、摄影集的出版,以及在萨尔瓦多当地及美国的展出费用。 |
4 | যতদুর জানা গেছে, ঐ বিশেষ সাইট থেকে ১২,০০০ ডলারে অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইতোমধ্যে সেখান থেকে ৪,০০০ ডলার অর্জিত হয়েছে, এবং এখানে অর্থ দান করার জন্য নাগরিকদের হাতে এখনো এক মাসের মত সময় রয়েছে। | 此纪录片搜集了28个属于不同妇女的故事。 目前他们已经募集到了四千元美金,而场馆费则需要一万两千元美金,因此,民众还有一个月的时间能够提供捐献。 |
5 | এই টিজার ভিডিও, নমুনা হিসাবে বেশ কয়েকজন নারীকে তুলে ধরেছে, যারা তাদের টিকে থাকার বা গৃহযুদ্ধে নিজেদের সক্রিয় অংশগ্রহণের কাহিনী উপস্থাপন করেছে। | The teaser video播放了两位妇女诉说着她们如何在内战中积极地参与和存活的故事。 |
6 | http://vimeo.com/40620429 দি ভয়েস অন দি বর্ডার নামক ব্লগ এই তথ্যচিত্র প্রকল্প সম্বন্ধে লিখেছে, যার মধ্যে এই সমস্ত নারীদের নিজের ভাষায় বলা নিজেদের কাহিনী অর্ন্তভুক্ত রয়েছে। | Voices on the Border 部落格曾写道关于本纪录片的计划,包含那些妇女亲口诉说着她们自己的故事的部分。 |
7 | গৃহযুদ্ধের মারিয়া ইয়ালান্ডো গার্সিয়া ভিজিল ঘর থেকে পালিয়ে যায় এবং সে ১৯৭০ থেকে ৮০-এর দশকে গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনীর হাতে তার পরিবারে সদস্যদের অত্যাচার এবং খুন হবার প্রত্যক্ষদর্শী। | Maria Yolanda Garcia Vigil在19070和1980内战年代时,逃离了自己的家园,且亲眼看到她的家人被政府军虐待并杀害。 |
8 | বর্তমানে সে সম্প্রদায়ের নেত্রী হিসেবে কাজ করছে, বর্তমানে সে নারীদের নিয়ে কাজ করছে এবং এখন সে পৌরসভার নির্বাচিত সদস্যা: | 现在她担任小区的领导人及市议员并和妇女一起工作,她说道: |
9 | আমি মনে করি আমরা নারীদের জন্য কিছু অর্জন করেছি। | 我认为我们为了妇女们有相当大的成就。 |
10 | হয়ত সেখানে এমন কিছু জায়গা আছে যে সব জায়গার জন্য তা সত্য নয়, কিন্তু আমাদের সম্প্রদায়ের জন্য এই বিষয়টি সত্য। | 或许在某些地方不是这样,但在我们的小区里,我们的成就不容小觑。 |
11 | এখানে মেয়েরা নানান কাজে অংশগ্রহণ করে। এখানে নারীরা অত্যন্ত সক্রিয়। | 在这里,妇女们积极地参与,十分活跃。 |
12 | আর আজ তারা অনেক বেশী সচেতন। এর লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং যেন তারা কাজে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নিজদের সমান অনুভব করে। | 到现在,妇女意识提升了,我们的目标是让妇女们能有权力,并能平等地参与工作和决策的制定。 |
13 | আমি মনে করি সম্প্রদায় হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। | 以一个小区来说,我想我们在这方面有很好的成果。 |
14 | আমার ন্যায়বিচারে পক্ষে, এবং এখনো তা অর্জিত হয়নি। | 我们要的是正义,而我们还没有成功。 |
15 | ন্যায় বিচার এখনো সাধিত হয়নি। কাজে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। | 正义还没有到来,所以我们必须继续奋斗。 |
16 | আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, কারণ এটা একটা মিথ্যা যে এখানে যা কিছু ঘটে তা কেবল ঘটে যায়, অথবা তা ঘটে কারণ এখনকার প্রভাবশালী নাগরিকরা তা চান বলে। | 那是我们的挑战,我们必须增进我们的组织,因为想法和目标不会因为快速达成,需要人民实质的努力。 |
17 | এই প্রচেষ্টার শুরু হতে হবে সাধারণ নাগরিকদের মাঝে থেকেই। ইনডি গো-গো সাইটের তাজা সংবাদ প্রদান করতে থাকা পাতায়, থিওডোরা সিমন এই প্রকল্প শেষ করার গুরুত্বের বিষয়ে লিখেছে এবং তা সে এল সালভাদরের নাগরিকদের সামনে তুলে ধরেছে: | 在Indie Go-Go的网站上,Theodora Simon写到了有关完成这个计划的重要性,以及能够和萨尔瓦多民众分享的感受:: |
18 | একটি দীর্ঘ আকারের তথ্যচিত্রের মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্র এবং এল সালভাদরের ছবি প্রদর্শনী এবং একটি বইয়ের মাধ্যমে , আমরা এই সমস্ত নারীদের প্রেরণাদায়ক কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাদের ত্যাগ এবং বিশ্বের কাছে তাদের আশার কথাগুলো। | 透过这部纪录长片加上一系列在美国和萨尔瓦多的摄影展,以及一本书,我们希望能诉说这些妇女发人深省的故事,并把他们的奉献及希望分享给全世界的妇女,尤其是身为有色人种且从事农作的妇女,她们没有自己发声的平台,也无法和世人分享他们的经验和智慧。 |
19 | নারী, বিশেষ করে দরিদ্র কৃষক রমণী যার গায়ের রঙ সাদা নয়, কণ্ঠস্বর তুলে ধরার জন্য তাদের কোন জায়গা নেই, যার মধ্যে দিয়ে তারা তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। | 我们希望《战争下的妇女》能成为一个机会,而我们也投入的利用两国间双语的合作来美国和萨尔瓦多的观众分享。 |
20 | আমরা আশা করি যে ওম্যান অফ দি ওয়্যার এই সুযোগ সৃষ্টি করবে এবং আমরা একটি দ্বি-জাতি এবং দ্বি ভাষিক কাজের মাধ্যমে এই কাজটি যুক্তরাষ্ট্র এবং সালভাদরের শ্রোতাদের সামনে তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। | Lyn McCracken拍摄 所有募集的资金将会作为「战争下的妇女」的拍摄费用。 |
21 | ওম্যান অফ দি ওয়ার-এর জেনি, ছবি ম্যাকক্রেকেন-এর। | 若欲捐款可至定期更新的募款网页。 |
22 | এই প্রকল্প থেকে প্রাপ্ত অনুদানের সকল টাকা ওম্যান অফ দি ওয়্যার-এক বাস্তবতা নামক তথ্যচিত্র নির্মাণের কাজে ব্যায় হবে। | 译者:Renée Xie |
23 | এই কাজের উদ্দেশ্য অনুদানের জন্য তৈরী পাতায় গিয়ে অনুদান থেকে করা যাবে, যেখানে সবসময় তাজা সংবাদ প্রদান করে যাওয়া হচ্ছে। | 校对:Josephine Liu |