# | ben | zhs |
---|
1 | সিঙ্গাপুরের তেল দুর্ঘটনা | 新加坡:漏油灾难 |
2 | ফেসবুকে ছবিটি দিয়েছেন জোসেফ চুন | Facebook照片,Joseph Chun提供 |
3 | মে মাসের শেষের দিকে সিঙাপুর স্ট্রেইটে একটি মালয়েশিয়ান তেলবাহী জাহাজের সাথে একটি মালবাহী জাহাজের ধাক্কা লাগার পর ২,০০০ টন তেল সাগরে পরে গিয়েছিলো। | 上星期(五月二十五日)一艘马来西亚籍油轮在新加坡海峡与大型货船相撞,造成大约两千吨的原油流入海中。 |
4 | এই তেল বিপর্যয়ের ফলে সিঙ্গাপুরের সামুদ্রিক প্রাণীগুলোর অনেক ক্ষতি হয়েছে। | 浮油影响了新加坡沿海的海洋生物。 |
5 | সিঙাপুর পূর্ব চাঙ্গি তেল দুর্ঘটনা নামে একটি ফেসবুক পাতা তৈরী করা হয়েছে - যেটির মাধ্যমে এই দুর্ঘটনার হিসেব ও তথ্য সংগ্রহ রাখা হবে এবং এটি সেচ্ছাসেবীদের একত্র করবে তেলের স্তর পরিষ্কার করার জন্য। | Facebook使用者创建了新加坡樟宜东漏油页面,用以监控与记录这场灾难,并且寻求协助清理的自愿者。 |
6 | লিম উই লিং তার ফেসবুকের স্ট্যাটাসে নীচের কথাগুলো লিখেছেন যেখানে তিনি সাক্ষী হয়ে দেখেছেন সিঙাপুরের এক সমুদ্র সৈকতের বিপর্যয়। | Lim Wei Ling在她的Facebook近况更新上写了她目睹的其中一个受影响的新加坡海滩 |
7 | গতকাল তানাহ মেরাহতে আমার বন্ধুর সাথে ছিলাম। | 昨天和朋友在丹那美拉。 |
8 | বিপর্যয়ের স্থানটি বেশ বিস্তৃত। | 影响区域其实很大。 |
9 | কিছু তেলে ফোঁটায় ফোঁটায় ডুবে গেছে এবং সেটি এখন ঘুরছে সমুদ্রের তলায়। | 而且一些油滴已经沈入海中,在海底滚动。 |
10 | সামুদ্রিক প্রাণীগুলো অচেতন হয়ে পড়েছিলো জলে অক্সিজেনের অভাবে। | 那边的海洋生物因为水中缺氧而呈现疲态,还可以看见一些已经死亡或是在挣扎的生物…好难过。 |
11 | মৃত ও সংগ্রামী কিছু প্রাণীও দেখা যায়…দুঃখজনক। | 不过我们看到雪多海星,他们看起来还撑得住 =) |
12 | তবে আমরা কিছু তারা মাছ দেখেছি… তারা মনে হয় ভালোভাবে নিজেদের রক্ষা করতে পেরেছে =) মিউজিং ফ্রম লায়ন সিটি মনে করেছিলো যে “অস্বাভাবিক গন্ধটি” সিঙ্গাপুরের কোনো বন্য আগুনের থেকে হয়েছে। | Musing from the Lion City以为上星期新加坡的「怪味道」来自于森林火灾 |
13 | গতকাল দুপুর ১টায় আমি কিছু একটা অস্বাভাবিক গন্ধ পাই। | 昨天大概下午一点的时候,我闻到很奇怪的味道。 |
14 | গন্ধটি শুকনো রঙ বা কিছু একটা পোড়ানোর মত লেগেছিল। | 这味道介于未干的油漆和燃烧的东西。 |
15 | গতকাল অনেক গরমের কারণে আমি মনে করেছিলাম সেটা কোন বন্য আগুন থেকে আসছিল। | 昨天很热,所以我才猜想是某处的森林火灾。 |
16 | আমাদের ব্যস্ত নৌপথ এবং সকল জাহাজ ডক করা অর্থনৈতিক মন্দার কারণে, আমি আশঙ্কা করছি এই ধরনের গন্ধের শেষ এবারেই নাও হতে পারে। | 我们的水道如此忙碌,又有那么多船只因为经济不景气停在码头,我担心这味道不会只出现一次。 |
17 | ওয়াইল্ড শোরস অফ সিঙ্গাপুর নেটিজেনদের অনুরোধ করে সিঙ্গাপুরের সকল প্রাণীগুলোর তথ্য পাঠানোর জন্যে। | Wild Shores of Singapore请求网友记录在新加坡受威胁的海洋生物 |
18 | আমাদের সমুদ্র তটে এই তেল দুর্ঘটনার পর সমুদ্রের প্রাণীর বিপর্যয়ের পর আমি একটি গভীর সাহায্য হীন রাগ দেখেছি সবার মাঝে। | 漏油影响了我们海岸的海洋生物,我深深地感到无助愤慨。 |
19 | আমি এইমাত্র জানতে পারলাম যে এই দুর্ঘটনা চেক জাউয়াতেও গিয়েছে, সাথে সাথে চাঙ্গির সমুদ্রতটেও যেটি কারপার্ক ৬ ও ৭-এর মধ্যে। | 我刚刚才听闻漏油已经到了仄爪哇湾以及介于六号和七号停车场之间的樟宜海滩。 |
20 | এটি অসম্ভব সকল প্রাণীকে বাঁচানো। | 不可能拯救全部生物。 |
21 | একজন সমুদ্র-প্রেমীর এ ক্ষেত্রে কি করা উচিৎ? | 对于这样的情况,海滨爱好者该怎么办? |
22 | এটি দেখে খুশি লাগছে যে প্রচুর পরিমানের সেচ্ছাসেবক এখানে কিছু করতে চায়। | 看到许多志愿者想为这情况做些事,真是太好了。 |
23 | কিছু সামুদ্রিক ‘প্রাণীকে' পরিষ্কার করা অসম্ভব তাদের না চাপ দিয়ে। | 但是「清洗」海洋生物时,很难不让他们感到紧张。 |
24 | এবং একবার যখন তেল তাদের ফুসফুসে আটকায়, প্রাণীগুলো প্রায় শেষ হয়ে যায় যদিও তাদের বাইরের তেল পরিষ্কার করা সম্ভব। | 而且一旦鳃被油塞住,就算把外面的油清掉,动物大概还是会死掉。 |
25 | এবং আমরা যদি ‘পরিষ্কার' করতে চাই সামুদ্রিক প্রাণীদের, তাহলে আমাদের সমুদ্রের জল ব্যবহার করতে হবে। | 而且如果我们想要「清洗」海洋生物,就必须使用海水。 |
26 | সবচেয়ে সুন্দর ও মনোরম সামুদ্রিক প্রাণীদের (হার্ড কোরাল, সি এনেমোন, সি ফেন) পরিষ্কার করা অসম্ভব অথবা তাদের স্থান পরিবর্তন করাও। | 对于一些美丽又极为脆弱的海洋生物,像是珊瑚、海葵、海扇,要清洗简直不可能,也没有办法那么快重新安置。 |
27 | কিছু প্রাণী যেগুলো আপাতদৃষ্টে মনে হয় না ‘বাঁচার' যোগ্য (যেমন কেঁচো), অথচ এরা সমুদ্রের ইকোসিস্টেমের প্রধান প্রাণী, যারা খাবার চক্রের প্রধান শক্তিটি তৈরী করে। | 有些看似不值得「拯救」的生物,像是海虫,事实上是海岸生态系统很重要的元素,他们组成了食物链的最底层。 |
28 | তাহলে সমুদ্র-প্রেমীদের কি করা উচিৎ? | 那么爱海洋的人该做什么? |
29 | আমার মতে, আমাদের সকল তথ্য যোগাড় করতে হবে। | 我认为,我们应该尽力的纪录这一切。 |
30 | আমাদের শুধু দৃশ্যমান সামুদ্রিক প্রাণীদের ক্ষতি দেখলে চলবে না, দেখতে হবে আমাদের সমুদ্রের অস্বাভাবিক বৈচিত্র্যগুলোকেও (কেচো থেকে মাছ, কোরাল থেকে সামুদ্রিক ঘাস) এবং কি করে এই দুর্ঘটনা মানুষদের মধ্যে প্রভাব ফেলছে। | 不单单专注在海洋生命的受创和死亡,同时也应该着重在我们海岸的生物多样化(虫子、鱼、珊瑚、海草)并且记录漏油事件对这些生物造成的影响。 |
31 | কালারফুল ক্লাউডস মৃত সামুদ্রিক প্রাণীর ছবি তুলেছে যেগুলো সমুদ্র পাড়ে ভুগছিল। | Colourful Clouds拍了一些在受影响的沿岸死亡的海洋生物 |
32 | আমরা সমুদ্রের পাড়ে পৌঁছলাম যখন, দেখলাম সেখানে তীব্র গ্যাসের গন্ধ। | 当我们靠近岸边时,强烈的汽油味充斥在空气中! |
33 | আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। | 这使我们难以呼吸。 |
34 | আমি গিয়েছিলাম একটি মাস্ক নিয়ে ও তোয়ালে দিয়ে আমার শরীরটাকে বাঁধি। | 我带着面罩并且绑了一条毛巾围绕着。 |
35 | সেটা অনেক ভালো হয়েছিলো কিন্তু এখনো কিছুটা ধোয়ার গন্ধ আমার কাছে আসে! | 这样子好多了,但还是能够闻到一些味道! |
36 | উঁচু সমুদ্র পাড়ে, আমরা তেলের প্রসারণ দেখতে পাই। | 在高海岸处,我们看到沙上的油污痕迹。 |
37 | আহ্….. কষ্ট লেগেছে অনেকগুলো পশু-পাখিকে মৃত দেখে! | 叹气…看到那么多死掉的海洋生物真是让人痛心! |
38 | আশা করছি তেল দুর্ঘটনা পরিষ্কার হয়ে যাবে এবং সমুদ্রের প্রাণীগুলো আবার ফিরে আসতে পারবে! | 希望漏油能很快清除,海岸能够再次恢复! |
39 | কেসিকে জানিয়েছে যে তেল সিঙ্গাপুরের পাড়গুলো পর্যন্ত দেখা গিয়েছে: | KCK指出原油污泥已经到了新加坡的海岸 |
40 | তেল দুর্ঘটনা আমাদের সমুদ্র পাড়গুলোকেও ধরেছে যদিও আগে জানান হয়েছে তেল বাষ্প হয়ে যাবে, ভূমিতে আসার আগেই। | 漏油很明显的已经到了我们的岸边,尽管之前说过漏油可能会在到达陆地前蒸发。 |
41 | বলা হয়েছিলো যে এটি হালকা অপরিশোধিত তেল, তাই বাষ্প অনেক সহজেই হতে পারবে। | 这说法是基于轻原油可以轻易蒸发。 |
42 | দুর্ঘটনার ছবিগুলো পাওয়া যাবে ফেসবুকে, ইল_মেয়ার৭৭-এর ফ্লিকার পাতায়, ওয়াইল্ড শোর-এ, এবং মানতামোলাতে। | 可以在Facebook、il_mare77的Flickr页面、Wild Shores、Mantamola上看到这场灾难的照片。 |
43 | সিঙ্গাপুর স্ট্রেইটে তেল বিস্ফোরণের দুর্ঘটনা আগেও ঘটেছে ১৯৯৭, ২০০০ ও ২০০৪ সালে। | 新加坡海峡在1997、2000、2004年也发生过漏油灾难。 |
44 | মনে হয় সমুদ্রের কর্মকর্তাদের উত্তর দিতে হবে সিঙ্গাপুর লাইফ এন্ড টাইমস-এর প্রশ্নগুলোকে | 也许海洋单位必须回答博客Singapore Life and Times的问题 |
45 | …যারা সমুদ্রের ট্রাফিক পরিচালনা করে তারা কি করছিলো, অথবা আরো প্রআসঙ্গিক প্রশ্ন, কিছুই কি করছিলো এই বিস্ফোরণকে রোধ করার জন্য? | …管理海洋交通的人在做什么,或着更适切的问,「没有做什么」来防止碰撞? |
46 | যারা এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারে থেকে প্লেইনগুলো পরিচালনা করেন, সেই রকম কাজই সমুদ্র বন্দরের কর্মকর্তাদের ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে। | 就像机场的塔台人员,海港的管理人员有同样的重责大任确保这样的事情不会发生。 |
47 | টুইটারে সিঙ্গাপুরের বসবাসকারীরা এই মতগুলো প্রকাশ করে: | 新加坡网友在推特上针对漏油事件的反应 |
48 | বিয়ারমেনডিডি: গিয়েছিলাম পূর্ব পাড়ের সমুদ্রসৈকত দেখার জন্য এবং সেখানটি পুরো তেলে ঢাকা.. ডেকিক: RT @এসটিকম অনেক কম লোকজন সমুদ্রে যাচ্ছে যদিও তারা অনেক লম্বা ছুটি পেয়েছে তেল দুর্ঘটনার কারণে। | beermanDD:看了东海岸的沙滩,整个都是原油… dekick:RT @stcom 即使是长周末也比较少人涌向岸边,因为漏油 watzzup80:一个适合去海滩的美好日子,可是海边都是油…叹气 earthyelement:最近的漏油事件不知道对海中栖息生物有没有造成任何威胁… |
49 | উয়াটসাপ৮০: একটি সুন্দর দিন সৈকতে, যেটি তেল দিয়ে পুরো.. | Facebook照片由Hang Chong提供 |
50 | আহ্ আর্থিএলিমেন্ট: জানতে ইচ্ছে করছে সেখানে কোনো সাম্প্রতিক হুমকি ছিলো কি না সেই সমুদ্র বাসিন্দাদের যেটি তেল বিস্ফোরণের কারণে তৈরী হয়েছে.. ফেসবুক ছবি তুলেছেন হ্যাং চোং | 校对:Soup |