Sentence alignment for gv-ben-20090817-5202.xml (html) - gv-zhs-20090820-3519.xml (html)

#benzhs
1ভারত: শোয়াইন ফ্লু ভীতি ভারতে মাত্র কয়েক দিনে শোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা দশ থেকে বিশে উন্নীত হয়েছে।印度:新流感恐慌蔓延
2প্রথম বারের মতো শোয়াইন ফ্লুতে আক্রান্ত লোকের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা হল মহারাষ্ট্র প্রদেশ, বিশেষ করে তার দুটো মেগা শহর- মুম্বাই আর পুনে, যেখানে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশী।过去几天内,印度新流感(或译H1N1甲型流感)死亡人数从10人增至20人,感染病例亦首度超过千人,其中以马哈拉施特拉邦(Maharashtra)受创最深,两大城市孟买(Mumbai)及浦那(Pune)罹难人数最高。
3আর এখন মনে হচ্ছে ভাইরাসটির থেকেও বেশী দ্রুত আতঙ্ক ছড়াচ্ছে। মুম্বাইতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে আর পুনেতে রাস্তায় যানবাহন অনেক কম।如今恐慌蔓延比病毒更快,孟买下令学校关闭,浦那车流量亦格外稀疏,病患在极少数新流感检验中心外大排长龙,博客也反映出这种紧绷氛围。
4অসুস্থ লোকেরা স্বল্প সংখ্যক এইচ১এন১ পরীক্ষা কেন্দ্রে লাইন দিচ্ছেন।Techno360张贴照片记录印度民众如何面对新流感。
5এই পরিস্থিতিতে ব্লগাররা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। টেকনো৩৬০ ব্লগ বেশ কটি ছবি পোস্ট করেছেন দেখাতে যে ভারতীয়রা কি ভাবে এই শোয়াইন ফ্লুর আতঙ্কে জীবন যাপন করছে।有些博客提供资讯及[文章],教导民众如何因应,也列举全国各地新流感检验中心位址,The Kanpur Schools Parents Association博客张贴新流感详细常见问题清单。
6কিছু ব্লগ তথ্য সম্বলিত প্রতিবেদন পোস্ট করছে শোয়াইন ফ্লুকে কি ভাবে সামলানো যায়। কিছু ব্লগ ভারত ব্যাপী শোয়াইন ফ্লুর পরীক্ষা কেন্দ্রের তথ্য পোস্ট করছেন।但印度媒体非但没有平息恐慌,还不间断播送内容煽动社会情绪,The Revolutioners怪罪媒体造成社会恐惧:
7দ্যা কানপুর স্কুলস প্যারেন্টস এসোসিয়েশন ব্লগ শোয়াইন ফ্লু নিয়ে প্রায়শ: জিজ্ঞাস্য কিছু প্রশ্ন পোস্ট করেছেন। কিন্তু ভারতীয় মিডিয়া তাদের দিনরাত চব্বিশ ঘণ্টা এ সংক্রান্ত সংবাদ প্রচার দিয়ে পরিস্থিতি শান্ত করার বদলে আতন্ককে আরো উস্কিয়ে দিচ্ছে।印度所有人都是媒体垃圾的受害者,我们无法逃离,政府又不愿有所作为,过去诸多先例证明,媒体效应能避免印度出现各种灾难,但媒体却选择继续当垃圾,持续报导各种现象,我不知道一切何时能停止,真希望自己能做些什么。
8দ্যা রেভিলিউশনার্স মিডিয়াকে দোষ দিয়েছেন শোয়াইন ফ্লুর ভীতি সৃষ্টির জন্য:Dr. Suraj A.
9আমরা ভারতীয়রা দেশী মিডিয়ার বাজে রিপোর্টিং এর শিকার।Dhirwani提及恐慌管理:
10আমরা এটা থেকে নিস্তার পাবো না যতক্ষণ না আমাদের সরকার এই ব্যাপারে কিছু করার সিদ্ধান্ত নেবে। এমন বেশ কিছু পরিস্থিতি হয়েছে যখন মিডিয়ার প্রভাব আমাদের ভারতীয়দের অনেক খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতে পারত।无论各位是否相信,新流感就在身边…但恐惧与恐慌亦随之而来,有趣的是,尽管历经7月26日及无数恐怖攻击,孟买人依旧学不会恐慌管理。
11কিন্তু আমাদের ভারতীয় মিডিয়া পছন্দ করে একেবারে জঞ্জাল হয়ে থাকার।Firoz Shakir提及另一项可悲事实:
12কেবল মাত্র সস্তা জনপ্রিয়তার জন্য তারা যে কোন কিছু আর যাচ্ছেতাই জিনিষ দেখায়। আমি জানি না এটা কখন থামবে।生命里必然会出现机会政治,因为议会选举在即,新流感肯定会遭到政治操弄。
13আমি যদি কিছু করতে পারতাম এই ব্যাপারে। ডঃ সুরাজ এ ধিরওয়ানি ভীতি আর ভীতি সামলানোর ব্যাপারে লিখেছেন:新流感经济亦在不断增长,外科手术口罩价格已抬高20倍,在许多地区仍供不应求,况且也无证据显示口罩能够阻挡新流感病毒;投机者亦宣称传统草药Tulsi能预防新流感,或瑜珈可治疗新流感。
14শোয়াইন ফ্লু এখানে এসেছে- বিশ্বাস করেন বা না করেন… কিন্তু এটা আশেপাশে আছে…Lazy Ponders博客的Agnitrisha归咎政府作为不足:
15কিন্তু আপনি কি জানেন এটা সাথে আর কি এনেছে?政府怎么能够如何愚蠢?
16ভয় আর আতঙ্ক।他们知道这种疾病在印度会造成什么后果吗?
17এটা দেখে মজা লাগল যে ২৬শে জুলাই আর এত সন্ত্রাসী হামলা সত্ত্বেও, মুম্বাই বাসী আতঙ্ক নিয়ন্ত্রণের ব্যাপারে কিছুই শেখে নি।
18ফিরোজ শাকির আর একটা দু:খজনক বাস্তবতার ব্যাপারে কথা বলেছেন:人们大方地带着这种传染病四处行走,毫不在意对于他人可能造成的危险。
19সুযোগের রাজনীতি ছাড়া জীবন অসম্পূর্ণ, শোয়াইন ফ্লুকেও রাজনীতিকরণ করা হবে, যেহেতু এসেম্বলির নির্বাচন একেবারেই কাছে।民众大多没有钱,除非生重病才会去看医师…多少人在求诊前就已遭到感染?
20শোয়াইন ফ্লুর অর্থনীতি বেশ কৌতূহল জনক। এরই মধ্যে সার্জিকাল মাস্ক ‌এর দাম ২০ গুণ হয়ে গেছে আর তার পরেও এটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে নাIndia caught day dreaming怀疑:
21। অথচ এখনো প্রমাণিত হয় নি যে এই মাস্ক শোয়াইন ফ্লু প্রতিরোধ করতে পারে । সুযোগ সন্ধানীরা দাবী করছেন যে তুলসি (ভারতের একটা সাধারন ঔষধী) শোয়াইন ফ্লু তাড়িয়ে দেয় বা যোগ ব্যায়াম শোয়াইন ফ্লুর নিরাময় করে।印度计划推出3G服务,让印度透过行动通讯工具掌控权力,Nandan Nilekani参与「独特身分发展计划」,让每个印度人都拥有独一无二的身分,但同时印度人却因这项疾病而丧命,无法自行控制。
22লেজি পন্ডার্স ব্লগের অগ্নিতৃষা সরকারকে দোষ দিয়েছেন যথেষ্ট কিছু না করার জন্য:为何印度总在问题发生后才警觉?
23কি করে একটা সরকার এত আনাড়ি হয়?为何无法事先预防及对抗威胁?
24তারা কি জানে এই ধরনের একটা রোগ ভারতে আমন্ত্রণের মূল ফলাফল কি হতে পারে?难道我们缺乏理智或信念吗?
25যেখানে মানুষ ছোঁয়াচে অসুখ নিয়ে গর্ব সহকারে ঘোরে, এটা একেবারেই চিন্তা না করে যে তারা অন্যদের জন্য কি বিপদ ঢেকে আনছেন।
26বা যে দেশে মানুষের ডাক্তারের কাছে যাওয়ার চল নেই যদি না তারা ভীষণ অসুস্থ হয়… কত লোক আরো মানুষকে অসুস্থ করবে ডাক্তারের কাছে যাওয়ার আগে? ইন্ডিয়া কট ডে ড্রিমিং ভাবছে:Just a Regular Blog博客的Hariharan希望民众以理智面对问题,而非总是恐慌:
27আমরা পরিকল্পনা করছি ৩য় প্রজন্মের সার্ভিস শুরু করে একটি ছোট্ট যন্ত্র (মোবাইল ফোন) ভারতীয়দের হাতে দিয়ে তাদের ক্ষমতায়নের জন্য। নন্দন নিলেকানির মতো মানুষ ইউআইডির (ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট প্রোজেক্ট) এর জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন সকল ভারতীয়কে একটা একক পরিচয় পত্র দেয়ার জন্য।蒲那居民对新流感的态度相当歇斯底里,全印度都在担心该怎么办等等…新闻频道火上添油,播出各种相关新闻,背景音乐也让人 们 更加恐慌,报纸里也只有负面消息,例如人们排队等待检验、民众戴着口罩、路上空空荡荡等,但我们真得这么担心吗?
28অন্যদিকে ভারতীয়রা তাদের পরিচিতি এই ভয়াবহ অসুখের কাছে হারছেন, যার ব্যাপারে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি।印度10亿人口里死亡17至18人,更多 人每天因为其他疾病而死…我不是要淡化此事,但也这么多恐慌也没有必要…
29কেন ভারত দেশ হিসেবে জেগে ওঠে চোর চুরি করার পরে? আমরা কেন এসব বিপদের প্রতিরোধের জন্য আগে থেকে প্রস্তুত হতে পারি না?多数死亡案例为弱势族群孩童或带有其他并发症的患者…请各位切勿恐慌,以成熟及沉着态度面对此事,不要陷入疯狂。
30আমরা কি কারণ বা সংকল্পের অভাবে ভুগি?以下为印度Twitter用户部分反应:
31জাস্ট আ রেগুলার ব্লগের হরিহরন মানুষকে অনুরোধ করেছেন এই সমস্যা ভীতির মাধ্যমে না, যুক্তি দিয়ে মোকাবিলা করতে:
32পুনেতে…শোয়াইন ফ্লু নিয়ে বিপুল আতঙ্ক… শুধু পুনে কেন…পুরো ভারতবর্ষ …মানুষ আমাদেরকে ফোন করছে আশঙ্কা আর চিন্তা নিয়ে যে আমরা কেমন আছি…ইত্যাদি ইত্যাদি…সংবাদ মাধ্যম গুলো আগুনে ঘি ঢালছে এই ব্যাপারে সংবাদের পর সংবাদ দিয়ে (পিছনের উত্তেজক বাজনাসহ যা আতঙ্ক তৈরিতে সাহায্য করে) আর সংবাদপত্র গুলো পরিস্থিতির কেবলমাত্র খারাপ দিক গুলো দেখাচ্ছে (মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পরীক্ষার জন্য আর মানুষ মুখোশ পরে…খালি রাস্তা ইত্যাদি)!!
33কিন্তু আমাদের আসলেই কি এতটা চিন্তিত হওয়ার দরকার আছে??Akshay:
34১০০ কোটি মানুষের মধ্যে ১৭-১৮টি মৃত্যু…অন্য রোগে এর থেকে প্রতিদিন বেশী মানুষ মারা যায়…ঠিক আছে… আমি ব্যাপারটার গুরুত্ব কম করে দেখাতে চাচ্ছি না কিন্তু একই সাথে এতটা আতঙ্কের প্রয়োজন নেই…
35বেশীরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে মারা গেছে তারা হয় শিশু (দুর্বল রোগ প্রতিরোধ যাদের) বা অন্যান্য জটিলতাসহ মানুষ…
36তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই আতঙ্কের সাথে এই পরিস্থিতির মোকাবিলা না করে পক্বতা আর স্থিরতা দিয়ে মোকাবিলা করার।印度每天超过千人因肺炎而死,新流感致死人数为17,请你们想一想。
37ভারতীয় টুইটার ব্যবহারকারী দের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া এখানে দেয়া হল: অক্ষয়:印度对外事务部长Shashi Tharoor:
38“ভারতে প্রতিদিন ১০০০ জনের বেশী যক্ষা রোগে মারা যায়- ‘#শোয়াইনফ্লুর মৃত্যুর হার ১৭'- ভেবে দেখেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর টুইটার ব্যবহারকারী শশী থারুর:正在与感冒及咳嗽对抗,今晚决定休息,不过没有理由认为是新流感!
39ঠাণ্ডা বা কাশি নিয়ে কাজ করছি তাই আজ শেষ করছি তাড়াতাড়ি। কিন্তু একে শোয়াইন ফ্লু ভাবার কোন কারণ নেই!媒体造成的恐慌没有必要,也只会有害。
40মিডিয়ার তৈরি এই আতঙ্ক নিষ্প্রয়োজন আর ক্ষতিকারক।Deepak的建议是:
41আর পরিশেষে দীপকের এই পরামর্শ আছে: সরকার আর মিডিয়ার আরো বেশী স্পর্শকাতর হতে হবে আর ফ্লুর লক্ষণ সম্পর্কে মানুষকে সাবধান করতে হবে।政府与媒体需要更加谨慎,人们确实需要更加意识到流感症状、检验资讯、各地检验中心位置、疾病治疗与预防,但不要散播恐慌。
42আতঙ্ক ছড়াবার চাইতে দেশব্যাপী পরীক্ষা আর পরীক্ষা কেন্দ্রের তথ্য, প্রতিরোধ আর রোগের চিকিৎসা নিয়ে বিভিন্ন খবর জানাতে হবে।校对:Soup