# | ben | zhs |
---|
1 | মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিমের সংসদ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে | 马来西亚:提案让在野领袖停权 |
2 | কয়েকদিন আগে, মালয়েশিয়ার সংসদ, বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের সংসদ সদস্য পদ ছয় মাসের জন্য স্থগিত করে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ‘এক মালয়েশিয়াকে' নামক ধারণাকে ‘এক ইজরায়েলের' নামক ধারণার সাথে যুক্ত করার জন্য তাকে এই শাস্তি প্রদান করা হয়। | 几天前,马来西亚国会提出一项动议,要求将在野阵营领袖安华(Anwar Ibrahim)停权六个月,理由是他将总理纳吉(Najib Razak)推行的“1Malaysia”运动,与以色列的“One Israel”概念相连结,安华亦指称,两项主题背后均由全球公关公司Apco Worldwide在背后操刀。 |
3 | ইব্রাহিম একই সাথে অভিযোগ করেছিল যে, এ্যাপকো ওয়ার্ল্ডওয়াইড নামক যে প্রতিষ্ঠান বিশ্বজুড়ে গণ সংযোগের কাজ করে, উভয় প্রচারণা পেছনে তারাই কাজ করছে। | 有些人认为,让安华及其他三名议员停权有失公允(其他三人事由是批评“国会纪律调查程序”)。 |
4 | একদিকে এমন অনেকে রয়েছেন, যারা মনে করছেন যে আনোয়ার ইব্রাহিমের সাথে অন্য যে তিনজন সংসদ সদস্যদের (সংসদের শৃঙ্খলা বিষয়ক অনুসন্ধান-এর সমালোচনা করার পর যাদের সদস্য পদ বাতিল করা হয়) এই রকম ভাবে সাময়িক সদস্যপদ স্থগিত করা হয়েছে, তা অন্যায়। | |
5 | গোহকক বলছে: এটা ৫৩ বছর ধরে চলে আসা একদলীয় শাসনের ফল। | Ghkok指出: |
6 | এটি উদ্ধত ভাব তৈরি করে এবং দমনের মত ঘটনার জন্ম দিতে থাকে। জনগণ কর্তৃক নির্বাচিত বৈধ সাংসদদের প্রতি এখানে কোন শ্রদ্ধা নেই। | 这是一党执政53年的后果,养成自大与迫害他人的习气,就像疾病一样,完全不尊重国会议员是由人民合法选举产生,且议员是提出一项合理议题在国会内讨论。 |
7 | এবং তারা এক বৈধ বিষয়কে সংসদে উত্থাপন করেছিল (যেখানে এই বিষয়টি উত্থাপন করা উচিত)। খো কায় পেং একই সাথে বিশ্বাস করেন যে এটা এমন এক সিদ্ধান্ত যা দেশটির জন্য কোন সুফল বয়ে আনবে না: | Khoo Kay Peng亦认为,这项决定对国家无益: |
8 | বিরোধী সাংসদ আনোয়ার ইব্রাহিম, কারপাল সিং, শিবরাশা এবং আজমিন আলিকে ছয় মাসের জন্য সংসদ থেকে বহিষ্কার করার বিষয়টি, সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভের কারণে ক্ষমতার অপব্যহারের অন্যতম এক উদাহরণ। | |
9 | এই কাজটি কোন ধরনের বাঁধা ছাড়াই বারিসান ন্যাশনাল নামক দলটির একক সংখ্যাগরিষ্ঠের জোরে সংসদে পাশ হয়ে যাবে। | 提案将安华、Karpal Singh、Sivarasah与Azmin Ali四人停权六个月,就是国会多数暴力的最佳范例。 |
10 | এর প্রভাব হবে ভয়াবহ, এবং এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের জন্য এক দুর্ভাগ্যজনক বিষয় হবে। | 由于执政联盟在国会占多数,动议将轻松过关,对国会民主将造成严重负面后果。 |
11 | এই বিশাল সংসদ এখন পেরাক নামক রোগের দ্বারা আক্রান্ত হবে যা এখন এখানকার সকল সভায় এক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কল্পনা করুন সারা দিনের এক সংসদ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ বিষয় বা বাজেটের সিদ্ধান্তে সংসদীয় আলোচনা কি করতে পারে? | 国会将陷入如霹雳州(Perak)议会一样的窘境,让所有议事陷入混乱,想像一下,若是针对重要法案与预算决定进行理性辩论,一整天的议会能完成多少事? |
12 | কিছুই না। | 现在却一事无成。 |
13 | তবে এ রকম এক আবেগ রয়েছে যে বিরোধী দল (পাকাতান রাকায়াত ) নামক দলটি সরকারে থাকা বারিসান নাসিওনাল সরকারের চেয়ে আলাদা কিছু নয়, যেমনটা চার্লস হেক্টর জানাচ্ছেন। | 不过也有些人觉得,朝野双方根本是半斤八雨,例如Charles Hector表示: |
14 | কাউকে বরখাস্ত (সংসদ সদস্য) করার মধ্য দিয়ে, আপনি এক বিশেষ এলাকার জনগণের সংসদের/রাষ্ট্রীয় আইন পরিষদের কার্যবিবরণীর মধ্যে তাদের প্রবেশের অধিকারকে অস্বীকার করলেন….. | |
15 | পাকতান রাকায়তের নামক দলটি, বিএন (বারিসান নাসিওনাল) নামক দলে চেয়ে ভালো হওয়া উচিত-কিন্তু হায়, কিন্তু তারা সেলাঙ্গর প্রদেশের আইন পরিষদের প্রাদেশিক সদস্যদের (বিএন আডুনস) সংসদের কার্য প্রক্রিয়া থেকে বাইরে রাখার জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। | |
16 | ব্লগার বিগগাম ডগমানমানস্টেইনবার্গ কয়েকটি মতামত প্রদর্শন করছে। | 若将一名国会议员停权,等于阻止某一选区的民众参与中央或地方立法程序… |
17 | বাস্তবতা হচ্ছে: ক্ষমতা অপব্যবহারের প্রাক্তণ শিকার আনোয়ার, “নাটকীয়তার রাজা” ইব্রাহিমকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল যাতে সে সংসদে তার উত্থাপিত অভিযোগ এ্যাপকো-গেট দাবীর সাপেক্ষে সংসদীয় অধিকার সংরক্ষণ কমিটির সামনে প্রমাণ এবং উপাত্ত উপস্থাপন করতে পারে। | 在野的民联(Pakatan Rakyat)理应优于执政的国阵(Barisan Nasional),但它们同样滥权,让国阵议员无法参与雪兰莪州(Selangor)议会。 |
18 | আনোয়ার ইব্রাহিম প্রবলভাবে তা করতে অস্বীকার করে। | Biggum Dogmannsteinberg亦有同感: |
19 | তার প্রতি যে জোরাল সন্দেহ, তা তার অতীতের ১৫ মাসের প্রথাগত “ঘৃণার রাজনীতি” কৌশলের প্রতি দিক নির্দেশ করে; যার ফলে তার প্রতি এক ভিত্তিহীন অভিযোগ তৈরি করা হয় এবং এটিকে চাঞ্চল্যকর সংবাদে পরিণত করা হয় এবং যখনই কোন অভিযোগের কারণে তাকে শাস্তি প্রদান করা হয়, তখনই পশ্চিমা ভিত্তিক প্রচার মাধ্যমের দ্বারা এটিকে বিতর্কিত করা হয় এই বলে যে, তিনি নেতৃত্বের লড়াইয়ের এক শিকার। | 事实依旧,总将事情夸大的安华原有一个星期,能够向国会委员会提出证据,让各界相信他指控无误,但他坚拒配合,让人们强烈怀疑, 他只是仿照过往12年半一贯的“仇恨政治”风格,抛出毫无基础的控诉内容,不断煽动,之后若有任何行动对他不利,便透过媒体(尤其是外籍媒体)让争议曝 光,强调自己是“霸权”的受害者。 |
20 | এ সব আসলে নতুন কিছুই না। | 了无新意,这出戏码早就演过。 |
21 | এর আগে আমরা এমন সব দেখে এসেছি। | 在野阵营亦向马来西亚人权委员会申诉,反对停权案,并打算采取司法途径。 |
22 | বিরোধীরা এই বরখাস্তের বিরুদ্ধে মালয়েশিয়ার মানবাধিকার সংস্থার দপ্তরের দিকে যাত্রা করে এবং এই বিষয়ে তারা এক বিচার বিভাগীয় পর্যালোচনা দাবির পরিকল্পনার করছে। | 缩图来自Wikimedia Commons,依据创用CC授权使用 校对:Soup |