Sentence alignment for gv-ben-20090818-5241.xml (html) - gv-zhs-20090820-3517.xml (html)

#benzhs
1জাপান: ইশিকাওয়া প্রদেশ বাচ্চাদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাশ করেছে日本:石川县通过孩童禁用手机条例
2জুনের ২৯ তারিখে জাপানের ইশিকাওয়া প্রদেশ (টোকিওর ৫০০ কিলোমিটার উত্তরে) সারা দেশে প্রথম এক আইন পাশ করেছে, যার ফলে শিশু এবং টুইনিদের (১০ থেকে ১২ বছরের ছেলেমেয়ে, যাদের না শিশু, না কিশোর হিসেবে ধরা হয়) মোবাইল ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়বে।自从石川县议会(位于离东京500公里/315英里远的北方)于六月29日通过日本境内第一个禁止孩童与青少年使用手机的条例,博客圈便热烈讨论手机是否适合孩童使用的话题。
3দেশের ব্লগ পরিমণ্ডলে এই নিয়ে গুঞ্জন উঠেছে যে শিশুদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়। “ইশিকাওয়া চিলড্রেন কম্প্রিহেনসিভ এ্যাক্ট” [জাপানী ভাষায়, পিডিএফ ফরমাটে পাওয়া যাবে] এর ৩৩ নম্বর অনুচ্ছেদ পাঠ করুন: “অভিভাবকরা অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক, এবং বিশেষ স্কুলে যে সমস্ত শিশুরা পড়ে তাদের হাতে মোবাইল ফোন দেবে না।根据「石川孩童综合条例」(pdf档)第33项规定,「除防灾、防犯罪等特殊目的之外,监护人须尽力不让中、小学孩童拥有手机」。
4তবে বিশেষ বিপর্যয়, অপরাধ ঠেকানো অথবা বিশেষ কোন অবস্থায় শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া যেতে পারে”।此法于2010年元月1日生效。 Mainichi Blog上的Chuei质疑此法的效力:
5এই আইন ২০১০ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে।我不相信家长会因为这项规定取消孩子手机的使用权。
6মাইনিচি ব্লগের চেয়ুই এই আইনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন:又,为何只针对手机?
7এই আইনের আমি খুব একটা প্রভাব আশা করি না, কারণ এই আইন ভাঙ্গলে বিশেষ কোন শাস্তি বা জরিমানা নেই।电脑也可以收发电子邮件、上网啊!
8ঘরে আগুন জ্বললে সংকেত প্রদানকারী যন্ত্র না বসানোর ক্ষেত্রে যে নীতি সেটাই এই ক্ষেত্রে প্রয়োগ করা হবে।真的难以相信此法只针对手机可以打电话的功用。
9সম্ভবত এই আইন ভবিষ্যৎে প্রয়োগ করা হবে যখন এমন ঘটনা ঘটবে যে দুর্ঘটনার সাথে মোবাইল ফোনের সংযোগ ছিল।我也不太相信此法能奏效,毕竟没有任何惩罚规定或罚缓,如同规定家中需有火灾警报器一样无效。
10প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্ররা এমন ঘটনার সাথে যুক্ত থাকলে প্রদেশের শাসনকর্তা তা ক্ষমা করতে পারবেন (এর ফলে স্কুলের কোন দায়িত্ব থাকবে না)।不过,如果将来发生中小学生跟手机有关的事件,县政府可以用来规避相关责任(也就是说,学校也无任何责任),如此便派上用场了。
11মানায়া হোমপোর ইসাজচি ইনু পরামর্শ দেন, এই ক্ষেত্রে প্রিপেইড ফোন সমাধান দিতে পারে।博客Usagi Inu在Manya Hompo上则建议利用预付型手机解决相关问题:
12তবে, এখন সময় পাল্টে গেছে, বাবা-মা এই অর্থনৈতিক মন্দার সময় সন্তানদের মোবাইল ফোন কিনে দেওয়া বন্ধ করেছে।我的建议是使用预付型手机,并取消其上网功能。
13আমি যখন শিশু ছিলাম সে সময় কোন মোবাইল ফোন ছিল না।手机如只有有限的功能,便可防止过度使用。
14যদি আমাকে আমার বাবা-মার সাথে যোগাযোগ করতে হত, তখন আমি খুচরা পয়সা দিয়ে পে ফোন (টাকার বিনিময়ে রাস্তায় ফোন সুবিধা) থেকে ফোন করতাম।只是,时代已经改变了,即使经济不景气,家长也会为孩子的手机帐单付费。
15কিন্তু, বর্তমানে এই সমস্ত পে ফোন খুঁজে পাওয়া মুশকিল।我小时候,手机尚未问世。
16কাজেই শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া হয়তো অনেকটাই প্রয়োজনীয় হয়ে পড়ে।如果我要联络父母,还得找到投币式的公用电话呢。
17এসএটিটি শিক্ষাগত বিষয়াদি সরবরাহ করে, এর মধ্যে রয়েছে অনলাইন শিক্ষা।但现在已经很难找到公用电话了,或许孩童使用手机,无可厚非。
18এসএটিটির মোবাইল এ্যাডভোকেট মেম্বার#১ বলেছেন, তিনি এই আইন নিয়ে হতাশ।手机提倡者SATT成员1号对此法感到失望。
19যদি আপনি মোবাইল ফোন ব্যবহার বন্ধ করেন, সেক্ষেত্রে আপনি জনগণের জন্য সহযোগিতা করে এমন শিক্ষা কার্যক্রমকে হত্যা করলেন।此博客提供众多教学资源,包括线上学习:
20তিনি এর সাথে যোগ করেন যে আইন প্রণেতাদের মোবাইল ফোনকে সীমাবদ্ধ করার বদলে তার সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়া উচিত।如果只针对拥有手机这回事,那么此法无异于剥夺课堂上学习使用手机的机会。 他更进一步认为立法者应注重使用手机的发展方向而非其限制:
21কারণ মোবাইল ফোন এবং এই প্রযুক্তি জাপানে অত্যন্ত জনপ্রিয়।手机不仅在日本流行,这种包括资料传输在内的尖端科技也在全世界盛行。
22এর মধ্যে ডাটা কমিউনিকেশন যুক্ত রয়েছে, যা বিশ্বের সেরা মানের একটি।我希望他们能针对「如何利用手机」讨论,而非「限制手机使用」。
23আমার ইচ্ছে তারা এর সম্ভাবনার দিকে মনোযোগ দিক।有两位儿子的Kinnme无法理解孩童年纪这么小就得使用手机:
24“একে সীমাবদ্ধ করার” বদলে “এটা দিয়ে আমরা কি করতে পারি” তার উপর তারা মনোযোগ দিক।我大儿子进入大学时才第一次拥有手机。
25দুই সন্তানের পিতা কিমমে বুঝতে পারেন না কেন শিশুদের এত তাড়াতাড়ি মোবাইল ফোনের দরকার:我们也给小儿子一支预付型手机,不过没有具备上网等多种功能。
26তবে যখন শিশুরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়ে তখন তাদের মোবাইল ফোনের কোন প্রয়োজন থাকে না।我想,当他们开始打 工、有能力自己付帐单的时候,就可以买他们想要的手机。
27এমনকি এই ধরনের আইন পাশ করার আগেও আমার পরিবারে যারা ছোট তাদের হাতে মোবাইল ফোন দেবার ইচ্ছে ছিল না।中小学生根本没必要拥有手机。
28আমি ধারণা করি এই বিষয়টি যখন আইনে পরিণত হবে তখন অনেক শিশুর নিজের হাতে তার নিজের ফোন থাকবে।在此法尚未通过之前,我们也没有想过给这么小的孩子手机。
29আমি বুঝতে পারি না অপরাধ দমনের সাথে মোবাইল ফোন ব্যবহার করার কারণ কি।我猜想,此法通过,表示有太多孩童拥有自己的手机。
30সন্তান যদি হারিয়ে যায় এমন অবস্থায় মোবাইল ফোন তাদের সাহায্য করতে পারে।我不懂什么叫做为防犯罪而给孩子手机。
31হয়তো বা যদি কোন শিশুকে কেউ অপহরণ করে সেক্ষেত্রে অথবা এমন কোন উদ্দেশ্য যদি থাকে, যেমন আমি জানতে চাই যে সন্তানেরা রাত ১০.如果孩子迷路了,手机可以帮上忙,或许孩子遭到绑架,手机也能发挥效用。
32০০ পর তাদের বিশেষ স্কুল (যে স্কুলে বাড়তি পড়াশুনা হয়) থেকে বাসায় ফিরেছে কিনা তা জানার জন্য মোবাইল ফোন দরকার।或者,手机可以用来告知家长说孩子补完习后 十点会回到家。
33কিন্তু আমি মনে করি সমাজ ভুল করবে, যদি অপরাধ দমনের নামে তারা ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেয়।不过如果大家认为孩童携带手机就能防止犯罪,那是大错特错。
34যুক্তি হিসেবে বলা যায়, আপনারা কি মনে করেন না যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া অনেক বড় একটা ঝুঁকি?难道大家不觉得中小学生拥有手机反而犯罪风险更大吗? 校对:Portnoy