# | ben | zhs |
---|
1 | ভিডিও: একজন অন্ধ ব্যক্তির প্রতিদিনের জীবন টমি এডিসন একজন জন্মান্ধ ব্যক্তি। | 影片:盲人一天的生活 |
2 | ইউটিউবের ভিডিওর মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছে, কি ভাবে তিনি তাঁর সীমাবদ্ধতা, যেমন টাকা, এটিএম কার্ড, ডিভিডি প্লেয়ার ব্যবহার এবং রাস্তা পারাপারের মত চ্যালেঞ্জের মোকাবেলা করেন। এ ছাড়াও তিনি এক চলচ্চিত্র সমালোচক। | 汤米艾迪生从出生开始就看不见,而在下列的Youtube影片中,我们可以看到他如何处理一些,对他而言生活中挑战的行为,像是使用纸钞、ATM、DVD播放器以及穿越马路等。 |
3 | তাঁর হাস্যরসাত্মক সমালোচনা আমাদের সামনে তুলে ধরছে, কি ভাবে একজন অন্ধ ব্যক্তি জীবনকে উপভোগ করে। ব্রেইল পদ্ধতি ছবি রালফ আইচিঙ্গারের সিসিবাই | 他也是一位电影评论家,他那幽默的评论方式提供我们看见视障者如何享受他们的人生。 |
4 | তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে, তিনি আমাদের জানাচ্ছেন, কি ভাবে তিনি শহরের ব্যস্ত রাস্তা পার হন। | 布拉耶点字由罗夫艾钦哲所摄 |
5 | তাঁর কাছে এক শব্দ সঙ্কেত যন্ত্র রয়েছে যা তাকে জানাতে থাকে কখন রাস্তা পার হওয়া নিরাপদ এবং অন্য ক্ষেত্রে তাকে এই শব্দ সঙ্কেতের মাধ্যমে রাস্তার যান চলাচলের অবস্থা বুঝে নিতে হয়, এবং তারপর তাকে রাস্তা পার হতে হয়, যা তাঁর ভাষায়, এক ভয়াবহ অভিজ্ঞতা: এডিসন একই সাথে একজন চলচ্চিত্র সমালোচক। | 在最新的影片中,他展示给我们看他如何穿越马路:在有些地方,会有听得见的讯号让他知道什么时候可以穿越马路,而有些地方他则必须透过声音来推算交通状况,然后再尝试穿越马路,像他所述是个心惊胆跳的经验: |
6 | তিনি মূলত কাহিনীর চরিত্র, সঙ্গীত এবং গল্পের উপর মনোযোগ প্রদান করেন। তাঁর বর্ণনার মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে, এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যে, কিভাবে একজন অন্ধ ব্যক্তি ভিজুয়াল মিডিয়ামে ( যা মূলত দেখার মাধ্যম) কাজ করতে সক্ষম। | 艾迪生先生也是一位电影评论家,他专注在角色、对白、音乐和剧本上,经由他的诠释,可以给我们一个不同于常人的全新观点。 |
7 | এই ভিডিও পর্যালোচনায় কিছু অংশ রয়েছে যেখানে সবকিছু কালো হয়ে যায়, কিন্তু সে সময় ভিডিওর শব্দ চলতে থাকে, যা এর দর্শকদের বুঝতে সাহায্য করে, অন্ধ ব্যক্তিরা কি ভাবে চলচ্চিত্রের স্বাদ উপভোগ করে। | 回顾这段影片,有一段是萤幕变黑,而声音继续播放,这帮助明眼人了解视障者是如何看电影的。 |
8 | পরবর্তী ভিডিওটি জটিলতা ছাড়াই এক্সম্যান: ফার্স্ট ক্লাশ নামক চলচ্চিত্রের পর্যালোচনা। | 下一段影片是他的不泄漏剧情影评论之电影X战警:第一战。 |
9 | চলচ্চিত্র পর্যালোচনার জন্য টমি এডিস সিনেমা হলে যান। | 汤米艾迪生通常是到电影院看他评论的电影,但他也会在家看DVD。 |
10 | কিন্তু তিনি সাধারণত বাসায় ডিভিডিতে ছবি দেখেন (মানে শুনে থাকেন)। তবে তিনি যে ডিভিডি প্লেয়ার কিনেছেন তা চালানো্র পদ্ধতি তার কাছে খানিকটা জটিল মনে হয়। | 然而,要把买来的DVD播放器,安装好到可以使用,比他想像中还要复杂。 |
11 | যদিও প্লেয়ারে বিশ্বের কয়েকটি ভাষায় ডিভিডি প্লেয়ারে চালানোর নির্দেশিকা রয়েছে, তবে সেখানে অন্ধদের পড়ার জন্য আবিষ্কার করা ব্রেইল পদ্ধতি অর্ন্তুভূক্ত করা হয়নি। | 仅管DVD播放器的操作指南有提供许多语言翻译,但是没有包含盲人用的布拉耶点字法,所以学会使用这个新设备是一大挑战。 |
12 | যার ফলে এই নতুন যন্ত্র ব্যবহার করা তাঁর কাছে অনেক বেশী চ্যালেঞ্জের বিষয়। পরবর্তী ভিডিওটি দেখাচ্ছে, এমনি যদিও শারিরীক প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তির নির্মাণ করা হচ্ছে, তারপরেও সে সমস্ত তাদের জন্য যথেষ্ট নয়, যেমনটা পরবর্তী এক এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। | 下一段影片显示的是,虽然科技如何为身障者量身改造,但却未尽其用,可在下一个使用ATM的例子中看到。 |
13 | যদিও প্রযুক্তি এই সমস্ত ব্যক্তিদের জন্য জটিল নয়, সেক্ষেত্রেও টমিকে মানুষের দৃষ্টিভঙ্গিকে মোকাবেলা করতে হয়, বিশেষ করে যখন তারা তাদের ধৈর্য্য হারিয়ে ফেলে, কারণ সাধারণ নাগরিক জন্য তৈরি এটিএম বুথ বা টাকা তোলার যন্ত্র থেকে টাকা তুলতে টমির খানিকটা বেশী সময় লাগে। | 若是科技方面还不够困难,汤米还要遭受人们的眼光,当他忙着寻找ATM的吐钞口时占用了较长时间,其他人变得不耐烦,而没想到这些机器都是为那些看得见的人所设计的: |
14 | যখন টমির হাতে টাকা চলে আসে, তখন কি সব সমস্যার সমাধান ঘটে? | 而一旦汤米把钱拿到手呢? |
15 | টাকার ব্যবহারও তার জন্য সহজ নয়, এর জন্য তাকে অনেক গুলো প্রক্রিয়া সম্পন্ন করতে এবং বিশ্বাস অর্জন করতে হয়, যাতে তিনি নিশ্চিত হতে পারে যে তাকে সঠিক পরিমাণ টাকা প্রদান করা হয়েছে। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে অন্ধদের জন্য আলাদা বিল তৈরি হয় না, যার ফলে তাদের পক্ষে বিলের পরিমাণ জানার কোন উপায় নেই: | 事情并没有变得比较简单,因为使用纸钞需要一个健全的组织和信任,让他拿回找该给他的零钱,因为在美国还没有一个机制可以让视障者来分辨钞票: |
16 | আর এই যাত্রায় এডিসন একা নন, বেন চার্চিল নিজের ভিডিও নিজে তৈরি করেন এবং পরিচালনা করেন এবং তাঁর এই দলটি সামাজিক প্রচার মাধ্যমে তাদের বেশ কিছু অনুসারীর সাথে পারস্পরিক যোগাযোগ তৈরি করেছে, উদাহরণ হিসাবে বলা যায়, নাগরিকরা অন্ধ চলচ্চিত্র সমালোচকদের জন্য চলচ্চিত্র বিষয়ক পরামর্শ প্রদান করে তাঁর পাতায় মন্তব্য প্রদান করে। | 艾迪生先生并非独自一人在努力:班邱吉尔帮忙制作兼指导他的影片,而其团队也在几个社群网站上与粉丝互动合作:举例来说,网友会在他的网站上留言,提供几部值得看的电影给他做盲人影评。 |
17 | এ ছাড়াও তিনি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে রয়েছেন। | 艾迪生先生也活跃在许多不同的社群网站。 |