Sentence alignment for gv-ben-20101126-13518.xml (html) - gv-zhs-20101105-6639.xml (html)

#benzhs
1মালয়েশিয়া: সুউচ্চ ভবনকে না বলা马来西亚:“向超高楼说不”
2যখন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ২০১১ সালের বাজেট ঘোষণার সময় ১০০ তলা ভবন ওয়ারিসান মারদেকা ভবন নির্মাণের পরিকল্পনার কথা উন্মোচন করেন, তখন থেকে মালয়েশীয় নাগরিকরা এই ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে।
3বেশীর ভাগ মালয়েশীয় নাগরিক এই ভাবনার বিরুদ্ধে, কারণ তারা বিশ্বাস করে এটি মালয়েশিয়ার কোন কাজে আসবে না।
4এটা বিশ্বের সবচেয়ে লম্বা ভবন হবে না, আর ইতোমধ্যে মালয়েশিয়ায় এ রকম আকাশ ছোঁয়া ভবন রয়েছে- এগুলো হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার এবং কুয়ালালামপুর টাওয়ার। ৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতের (প্রায় ১.自从马来西亚总理纳吉(Najib Razak)在2011年预算书中宣布,打算兴建高百层楼的Warisan Merdeka塔,许多民众都发声反对。
5৬ বিলিয়ন মার্কিন ডলার) এই ভবন নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অনেক মালয়েশিয়ান নাগরিক ফেসবুক ব্যবহার করা শুরু করেছে।
6এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আই অ্যাম মালয়েশিয়ান, রিজেক্ট ১০০ স্টোরি মেগা টাওয়ার (আমি একজন মালয়েশিয়ান, যে ১০০ তলা বিশাল ভবন নির্মাণের পরিকল্পনা বাতিল করছি) পাতা।
7২০০,০০০ জন ফেসবুক ব্যবহারকারী এই পাতাটিকে পছন্দ করেছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে পাতাটি এই পরিমাণ সমর্থক জোগাড় করতে সমর্থ হয়।多数人民并不支持这个构想,觉得既无法成为世界第一高楼,国内又已有双子星塔及吉隆坡塔等知名地标,此举根本毫无意义。
8এমনকি এই প্রকল্পের বিরোধীতা করার জন্য একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।
9তবে সরকারের অবস্থান হচ্ছে যে এই প্রকল্পটি দেশের অর্থনীতির জন্য সুবিধা বয়ে আনবে এবং এতে দেশটিতে অনেক চাকুরির সৃষ্টি হবে, যার মধ্যে দিয়ে দেশের নাগরিকরা লাভবান হবে।
10আদ্রিয়ান নগ একজন মালয়েশিয়ান, তিনি লোয়ারবুরোকে লিখেছেন যে এর জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা অন্য কোথাও খরচ করা ভালো।
11৫ বিলিয়ন রিঙ্গিতের মাধ্যমে সাধিত হওয়া এই উন্নয়ন ব্যয়, অন্য কোথাও খরচ হতে পারে এবং আসলে তাই হওয়া উচিত, যেমন শিক্ষার মান উন্নয়নে এবং স্বাস্থ্যসেবার সুবিধা প্রদানে, দারিদ্রের হার কমিয়ে আনার ক্ষেত্রে এবং বিশেষত জীবন যাত্রার মান সহজ করার জন্য উন্নত মানের পরিবহণ ব্যবস্থার আয়োজন করা এবং ওরাং আসলি বা মালয়েশিয়ার আদিবাসীদের জন্য, শারিরীক প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য।
12অন্য ক্ষেত্রেও তা হতে পারে: *দারিদ্র বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আশ্রয়, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং অন্য ধরনের সাহায্যের মাধ্যমে অতীব দরিদ্রের সাহায্য করা।这项造价16亿美元的方案曝光后,许多人透过Facebook网站抗议,其中最热门的是“百万马国人拒绝百层高楼”群组,两个星期已吸引逾20万人支持,甚至有人制作影片表达反对心声。
13* স্কুলের অবকাঠামোর মান উন্নয়ন এবং গ্রামাঞ্চলের স্কুলের ছেলেমেয়েদের বিনা পয়সায় বই সরবরাহ করে তাদের শিক্ষায় প্রবেশের অধিকার বৃদ্ধি করা।
14* ডে কেয়ার ( চাকুরীরত বাবা মার শিশুদের যত্ন নেওয়ার কেন্দ্র) এবং ডায়ালাইসিস সেন্টারের (কিডনি রোগীর জন্য বিভিন্ন যন্ত্রপাতি সম্বলিত কেন্দ্র) মান উন্নয়ন এবং হাসপাতাল ও ক্লিনিকে নতুন যন্ত্রপাতি বসানো এবং সুবিধা প্রদান করা।
15* চাকরীর বাজারের প্রতিবন্ধীদের প্রবেশ এবং সফলতা লাভের জন্য তাদের প্রশিক্ষণ প্রদান করে তাদের ক্ষমতা বাড়ানো, একই সাথে তাদের গতিশীলতার জন্য অবকাঠামো নির্মাণ।
16* বৃদ্ধদের জন্য ঘর নির্মাণের মাধ্যমে বৃদ্ধদের সাহায্য করা但政府宣称建案将有助经济,并提供就业机会,故对国民有利。
17* প্রধান সব বড় বড় মফঃস্বল এবং শহরগুলোতে যাতায়াত সমস্যার সমাধান করে সেগুলোকে অনেক বেশী বাসযোগ্য করা।
18যেহেতু আমি মালয়েশিয়ান রাকায়াত বা জনতার কাছে ১০০ তলা ভবন নির্মাণের বিষয়টিকে সমর্থন করা বা এর বিরোধীতা করার আবেদন জানাচ্ছি।
19এই সুউচ্চ ভবন ছাড়াই আমি এক গর্বিত মালয়েশিয়ার নাগরিক হিসেবে নিজেকে বিবেচনা করি। বিশাল সংখ্যক মালয়েশিয়ান আদ্রিয়ানের দৃষ্টিভঙ্গি সমর্থন করছে।马国民众Adrian Ng在Loyarburok主张,应将经费挪为他用:
20তবে সকল মালয়েশিয়ান ভবন নির্মাণের বিপক্ষে নয়, পুবালান খানিকটা কম সমালোচনার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টিকে বিচার করছে:
21আমার কাছে এটা পিএনবির (পারমোদালান নাশিওনাল বেরহাদ বা পিএনবি-মালয়েশিয়ার অন্যতম বৃহৎ অর্থ লগ্নীকারক প্রতিষ্ঠান) টাকা এবং জমি।
22যতক্ষণ সরকার নিশ্চিত করছে যে তারা এর জামিনদার হিসেবে পালিয়ে যাবে না, ততক্ষণ বিষয়টি ঠিক রয়েছে। কিন্তু যেহেতু এটা একটা উন্নয়ন প্রকল্প, তাহলে এক্ষেত্রে যথাযথ গবেষণা এবং প্রভাব যাচাই করা দরকার।16亿美元的开发成本应该用在其他领域,如增进教育及医疗设施、降低贫穷程度,更重要的是改善大众运输,并协助原住民、残障者及高龄人士,让生活更轻松。
23এভাবেই জনতা জানবে কি ভাবে এই প্রকল্প এখানকার চারপাশের পরিবেশকে ভালো/খারাপ করার উপর প্রভাব রাখবে।
24তারা পরামর্শ প্রদান করতে পারে, কি ভাবে উক্ত ভবনের উন্নয়নের সাথে এলাকার চারপাশে পরিবহণ ব্যবস্থার উন্নতি করা যায়।
25যেমন উদাহরণ হিসেবে বলা যায়:以下罗列几项:
26যদি আমাকে বেছে নেবার কোন সুযোগ প্রদান করা হয়, তাহলে আমি চাইব এই প্রকল্পটি কুয়ালালামপুর শহরের কেন্দ্র থেকে যেন দুরে সরিয়ে নেওয়া হয়, এর কারণ হচ্ছে এটা আরো অনেক উন্নয়নের সৃষ্টি করতে পারে।
27যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে সেপাং, হুলু সেলানগার, কুয়ালা লাঙ্গাট (ওহ, সবগুলো ভর্তি এলাকা!故我呼吁马来西亚民众反对兴建百层高楼,就算没有高塔,我还是以马来西亚人身分为傲。
28এই মূর্হূর্তে কোথাও যাওয়া যায়, এমন কোন এলাকা নেই) অথবা নেগেরি সেমবিলান-এ একটা সুউচ্চ ভবন বসানো যেতে পারে।许多人都支持上述言论,不过也非所有人都反对兴建大楼,Poobalan的批判较为温和:
29এটা ভীড় কমাবে, দ্বিতীয় ও আঞ্চলিক শিল্প কারখানার বিস্তার ঘটাব এবং আরো অনেক কাজের সুযোগ সৃষ্টি করবে।
30যে সমস্ত এলাকাগুলোর কথা উল্লেখ করা হল তা তুলনামূলক ভাবে বিমান বন্দর এবং শহরের কেন্দ্রস্থলের কাছে, কাজেই তা ভাড়াটেদের আকর্ষণ করার ক্ষেত্রে তেমন কোন বড় সমস্যা নয়।
31জনপ্রিয় ব্লগার অহিরউদ্দিন আটন, এক আলোচনার কথা আবার জানাচ্ছে, যা তিনি অভিজ্ঞতার মধ্যে দিয়ে লাভ করেছিলেন। তিনি লিখেছেন:那是PNB公司的钱、PNB公司的土地,只要政府保证不出手纾困,应该都没问题,但既然这是项发展案,就该经过适当研究及冲击评估,民众可藉此说出,建案会对邻近地区造成什么正反影响,例如交通运输应随发展案成长。
32এখন প্রস্তাবিত ১০০ তলা ভবনের ক্ষেত্রে, আমি যতদুর বুঝতে পারি, এ ব্যাপারে একটা বিষয়ে সমস্যা রয়েছে-তা হচ্ছে প্রধানমন্ত্রী তার ২০১১ সালের বাজেটে এটা ঘোষণা করেছে। কাজেই আনেক লোক ভাবতে শুরু করেছে যে দাতুক সেরি নাজিব রাজাক এই চমৎকার ভবন নির্মাণের জন্য লোকজনের উপর আরো কর আরোপ করতে যাচ্ছে।若能选择,我希望建案能远离吉隆坡市区,因为能带动更多发展,例如到雪邦、雪兰莪、森美兰等地,可以改善壅塞情况,刺激第二级和第三级产业,还会创造更多就业机会,上述区域都相对靠近机场和市场,故要吸引承租户不难。
33আসলে ঘটনা এমনটা নয়। পিএনবি দেরীতে হলেও এই ধারণা দুর করার জন্য এগিয়ে এসেছে।Ahirudin Attan回想与一位朋友聊天的内容:
34তারা ব্যাখ্যা করছে যে ওয়ারিসান মারদেকা তাদের নিজস্ব অর্থ ব্যয়ে তৈরি হওয়া প্রকল্প ইত্যাদি। কিন্তু ততক্ষণে প্রস্তাবিত ভবনটি মালয়েশিয়ার রাজনীতির শিকারে পরিণত হয়েছে।对于这栋百层高楼的提案,我个人觉得问题只有一点,因为总理把它放在2011年预算书中宣布,让许多人觉得,总理将加税来兴建这栋巨大建筑物,但实情并非如此,PNB后来才出面,表示将用该公司的钱兴建,但那时这个建案已成为马来西亚政治受害者。
35নাজিব কোন নতুন প্রকল্পের কথা ঘোষণা করেনি। পিএনবি ১০০ তলা ভবন নির্মাণের ব্যাপারে গত বছর সংবাদপত্রে এক বিবৃতি প্রদান করেছিল।纳吉并未宣布新计划,PNB去年的新闻稿里,便已提到百层高楼,那时没人高呼反对,但总理把建案纳入预算书后,一切翻天覆地,或许他不该把案子纳入预算书,但那又会很奇怪,因为这个建筑理应是“高冲击”项目。
36সে সময় এই বিষয়ে কোন হৈ-চৈ শোনা যায়নি। কিন্তু যখন প্রধানমন্ত্রী এটিকে বাজেটে অর্ন্তভুক্ত করল-কিন্তু তারপরে বিষয়টি যেন বিস্ফোরিত হল!所有事物都有公费在其中,所以我不接受“政府在浪费纳税钱”的说法,各位没读过Syed Akbar Ali的博客吗?
37আমি বলতে চাচ্ছি সম্ভবত, ভবন নির্মাণের বিষয়টিকে বাজেটে অর্ন্তভুক্ত করা উচিত হয়নি, না করলে যা ঘটত, তা হত এক বিচিত্র ঘটনা- এই সুউচ্চ ভবনটি হত তার এক “অতি প্রভাব সৃষ্টিকারী' প্রকল্প। সকল কিছুর সাথে জনতার অর্থ জড়িত।政府并不拥有任何钱,这是第一原则,没有“政府自有经费”这种事,所有公家经费都是纳税钱,有些国家虽然没有所得税,但还是公费,是人民的钱。
38কাজেই আমি সেই যুক্তিকে খণ্ডন করতে চাই না (যে সরকার করদাতাদের অর্থ নষ্ট করছ)। আপনারা কি সাইয়্যেদ আকবর আলির ব্লগ পাঠ করেননি?这些反对意见在我眼中都是政治,以往反对南北高速公路,现在反对百层高楼,差别在于我们那时没有博客、并未使用Facebook,甚至家里没有电脑。
39সরকারের নিজের কোন অর্থ নেই। এটাই ১ নাম্বার নিয়ম।既然提到網絡,之前政府那项32亿美元的宽频计划在哪里?
40এমন কোন বিষয় নেই যেখানে সরকার নিজস্ব কোন অর্থ থাকতে পারে।
41সরকারের কাছে থাকা সকল অর্থই করদাতাদের অর্থ।我们仍因前总理马哈迪承诺的开放及不干预政策受益。
42এমন কি যে সমস্ত রাষ্ট্রে আয়কর গ্রহণ করা হয় না, সে সব দেশের সরকারের অর্থও জনতার।
43সেই টাকা সে দেশের জনগণের টাকা। আমার কাছে, এর বিরোধিতার কারণ একেবারে রাজনৈতিক।我们当然也该乐观看待这些抗争,至少政府应该要乐观,这群民众想获得什么?
44অতীতে উত্তর-দক্ষিণ যে মহাসড়ক নির্মাণ (নর্থ-সাউথ হাইওয়ে), এখন ওয়ারিসান মারদেকা নির্মাণ নিয়ে বিরোধিতা।
45এখানে পার্থক্যটা হচ্ছে সে সময় আমাদের কাছে ব্লগ ছিল না, ফেসবুক ছিল না, এমনকি তখন আমাদের ঘরে কোন কম্পিউটার ছিল।
46এবং ইন্টারনেট সম্বন্ধে; সরকার/টেলিকম মালয়েশিয়ার বিশাল ১০-বিলিয়নের বেশি অর্থ রিঙ্গিত ব্যয়ে গ্রহণ করা ব্রডব্যান্ড প্রকল্প সম্বন্ধে কি বলা যায়?
47আমরা সকলেই অবকাঠামোর সুফল উপভোগ করছি এবং আমরা নিঃসন্দেহে ডা: মাহাথিরের প্রদান করা উন্মুক্ত অবস্থা এবং হস্তক্ষেপ না করার প্রতিশ্রুত নীতি থেকে লাভবান হয়েছি।
48এবং আমরা প্রতিবাদকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখব, আমি এখানে বোঝাতে চাইছি, সরকার অবশ্যই বিষয়টিকে ভালোভাবে দেখবে।
49এই সমস্ত লোকেরা কি দেখতে চায়? অনেকে বলছে আমাদের অনেক বেশি হাসপাতাল এবং ডাক্তার, স্কুল এবং শিক্ষক প্রয়োজন।许多人认为国内需要更多医院和医师、学校与教师,看看这些内容,至少这些民众还愿意回应。
50এ সব বিষয়ের দিকে তাকান। এক্ষেত্রে অন্তত লোকজন কথা বলছে এবং তাদের কি কি প্রয়োজন সে ব্যাপারে জানাচ্ছে।校对:Soup