# | ben | zhs |
---|
1 | মিসর: সিরিয়ার পক্ষে প্রতিবাদ এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর বিশেষ কাভারেজের অংশ | 埃及:为叙利亚抗争 |
2 | সিরীয় দূতাবাসের সামনে আজকের একজন বিক্ষোভকারী। ছবি হোসাম এল হামালায়ি | 叙利亚大使馆前的抗议民众,照片由Hossam El Hamalawy拍摄 |
3 | একজন বিক্ষোভকারীকে হত্যার প্রতিবাদ জানাতে কায়রোতে সিরীয় দূতাবাসের বাইরে সিরীয় ছাত্রদের প্রতিবাদে বেশ কিছু সংখ্যক মিসরীয় অংশগ্রহণ করে। সমাবেশ থেকে বাশার আল আসাদের শাসনামলের অবসানের আহ্বান জানানো হয়। | 大批埃及民众加入叙利亚学生的行列,群聚在叙利亚驻开罗大使馆前,除了抗议政府杀害示威民众,亦要求叙利亚总理阿萨德(Bashar Al Assad)下台,抗议人群激动声援叙利亚人民,也为罹难者祈祷。 |
4 | মিসরীয় বিক্ষোভকারীগণ সিরীয় বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং বিক্ষোভে অংশ নিয়ে যারা জীবন দিয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করেন। | |
5 | বিক্ষোভে অংশ নেওয়া লিলিয়ান ওয়াগদি টুইট করেন: কেবল বাড়ি ফিরে এলাম। | Lilian Wagdy出席抗议后提到: |
6 | #সিরীয় দূতাবাসের সামনে @ আজকের মিছিলকারীদের উদ্যমের প্রতি ভালবাসা। এটা ছিল ভয়হীন এবং ঐক্যবদ্ধতার পরিবেশ পুনরুজ্জীবিত। | 我刚返家,深爱叙利亚使馆前的示威集会精神,人们勇敢无畏,充满团结气氛。 |
7 | অন্য একটি টু্ইটে তিনি বলেন: | 她在另一则讯息表示: |
8 | এখানে ৩০০ জন মানুষ, সমান সংখ্যক সিরীয় ও মিসরীয়, আমি বলতে চাই #মিসরের #সিরীয় দূতাবাসের সামনে | 现场300人之中,依我判断,叙利亚民众与埃及民众各半。 |
9 | জেইনোবিয়া সিরীয় দূতাবাসের বাইরে ছিলেন। তিনি এ ক্লিপ টি প্রকাশ করেন যাতে দেখা যায় কায়রোতে সিরীয় ছাত্ররা চিৎকার করছে(আরবি): “ভাগো! | Zeinobia人在叙利亚使馆外,拍摄到叙利亚学生在开罗大喊,“阿萨德,快离开!” |
10 | ভাগো! বাশার!” | Zeinobia在Twitter网站指出: |
11 | কায়রোতে সিরীয় দূতাবাসের সামনে আজকের বিক্ষোভকারী। | 我很高兴今天能参与在开罗的叙利亚抗争。 |
12 | ছবি হোসাম এল হামালায়ি এর সৌজন্যে টুইটারে জেইনোবিয়া বলেন: | 也在现场的Meena Mohy提到: |
13 | আজ কায়রোতে সিরীয় বিক্ষোভের বিষয়ে আমি খুব খুশী। মীনা মোহি বিক্ষোভে ছিলেন। | 我此刻觉得很愚蠢,大使用扩音器播放支持政府的歌曲,真的很驴! |
14 | তিনি বলেন (আরবি ভাষায়): আমি এ মুহুর্তে অনেক নির্বুদ্ধিতা দেখতে পাচ্ছি। | 拍摄以上照片的Hossam El Hamalawy还有其他作品。 |
15 | রাষ্ট্রদূত বর্তমান শাসনামলের পক্ষে লাউডস্পিকারে বক্তৃতা দিচ্ছেন। | |
16 | সত্যিই তিনি আসলেএকটা গাধা! এবং বারবাওয়ে, আকা হোসাম এল হামালাওয়ী বিক্ষোভ চলাকালীন তোলা ছবিগুলো এখানে প্রকাশ করেন। | Sherif Boraie在手机直播网站Bambuser上,提供叙利亚使馆前的抗争活动片段,民众高呼“一间又一间,叙利亚终将解放全民”。 |
17 | মোবাইল লাইভ স্ট্রিমিং সার্ভিস,ব্যামবুসার- এ শেরিফ বোয়ারি সিরিয় দূতাবাসের বিক্ষোভের যে ক্লিপ প্রকাশ করেন তাতে দেখা যায় বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছে (আরবি): “বাড়ি বাড়ি, সিরিয়ার সব জনগণ মুক্ত।” | |
18 | আজ সারাহ টুইট করেন : কায়রোর # লিবিয়া দূতাবাসের বিক্ষোভ। | Sarrah表示: |
19 | লিবিয়া, মিসর এবং সিরিয়ার পতাকা। | |
20 | সামরিক পুলিশ বেস্টনী, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ | 在开罗的利比亚使馆前抗争场合,满是利比亚、埃及、叙利亚国旗,宪兵封锁现场,道路也净空。 |