# | ben | zhs |
---|
1 | বুলগেরিয়া: সিএমই বুলগেরিয়ার সব থেকে বেশী দর্শকনন্দিত চ্যানেল নেটওয়ার্ককে কিনেছে | |
2 | ২০১০ সালের ১৮ই ফেব্রুয়ারী তারিখে বুলগেরিয়ার খুব জনপ্রিয় টিভি চ্যানেল বুলগেরিয়া টিভি নেটওয়ার্কের (বিটিভি) নতুন মালিক হয়েছে সেন্ট্রাল ইউরোপিয়ান মিডিয়া এন্টারপ্রাইজেস (সিএমই)। | |
3 | বুলগেরিয়ার প্রথম জাতীয় টেলিভিশন স্টেশন হচ্ছে বিটিভি। | 保加利亚:最热门电视频道转售案 |
4 | বিটিভির অনুষ্ঠান প্রথম ২০০০ সালের পহেলা জুন প্রচারিত হয়, আর এটি সরকারী টিভি স্টেশনের একচ্ছত্র প্রভাব ভেঙ্গে বুলগেরিয়ার মিডিয়ার পরিবেশকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছিল। | |
5 | আট বছর ধরে বিটিভি দৃঢ়তার সাথে নিজেকে বুলগেরিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলে প্রতিষ্ঠিত করেছে, যেখানে দেশের মোট দর্শকের ৩৭% আর বিজ্ঞাপন বাজারে প্রথম সারির অবস্থান আছে। | 2010年2月18日,保加利亚热门电视频道bTV易主,改由「中欧媒体集团」(Central European Media Enterprises)接手,bTV为该国首家民营全国性电视台,自2000年6月1日开始播送,不仅打破公共电视台垄断局面,更彻底改变国内媒体生态。 |
6 | বিটিভির ২৪ ঘন্টার অনুষ্ঠান আছে। এটার লক্ষ্য পারিবারিক দর্শক, আর এরা নিবেদন করেন মানসম্মত চলচিত্র, রিয়েলিটি অনুষ্ঠান টক শো আর কৌতুক অনুষ্ঠান। | 八年来,bTV坐稳全国收视率最高频道宝座,约占37%,在广告市场也保持领先,节目全天候播放,以一般家庭为主要收视群众,播放内容包括电影、实境节目、谈话性节目、喜剧等,均维持相当品质;新闻与专题报导也让bTV成为意见领袖,在观众信赖程度排名居冠。 |
7 | বিটিভির সংবাদ আর ফিচার অনুষ্ঠান নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে তথ্যের নেতা হিসাবে যেখানে দর্শকের আস্থা সর্বোচ্চ। | |
8 | সেন্ট্রাল ইউরোপিয়ান মিডিয়া এন্টারপ্রাইজেস, যারা বিটিভির নিয়ন্ত্রণ নিয়েছেন, মধ্য ও পূর্ব ইউরোপের প্রথমসারির টেলিভিশন প্রচারক। এই কোম্পানি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন রোনাল্ড লাউডার আর স্থানীয় সহযোগীদের সাথে এরা এই চ্যানেলগুলো পরিচালনা করছেন - টিভি নোভা, নোভা স্পোর্ট, নোভা সিনেমা আর এমটিভি চেক প্রজাতন্ত্রে, প্রো টিভি, প্রো টিভি আন্তর্জাতিক, আকাসা, প্রো সিনেমা, স্পোর্ট. | 频道买主「中欧媒体集团」是中东欧地区最大电视集团,由Ronald Lauder于 1994年创立,与各地夥伴合作经营地区包括捷克(TV Nova、Nova Sport、Nova Cinema、MTV)、罗马尼亚(PRO TV、PRO TV International、ACASA、PRO CINEMA、Sport.ro、MTV)、斯洛伐克(TV Markíza、Nova Sport、Television Doma、MTV)、斯洛维尼亚(POP TV、Kanal A、TV Pika)、乌克兰(Studio 1+1、1+1 International、Kino)等。 |
9 | রো আর এমটিভি রোমানিয়া রোমানিয়াতে, টিভি মার্কিজা, নোভা স্পোর্ট, টেলিভিশন ডোমা আর এমটিভি স্লোভাকিয়া, পপ টিভি, কানাল এ আর টিভি পিকা স্লোভেনিয়ায় আর স্টুডিও ১+১, ১+১ আন্তর্জাতিক আর কিনো ইউক্রেন। | 笔者在个人博客提及交易内容: […]依据买卖协议,「中欧媒体集团」将持有bTV全数股份,[…]为此付出四亿美元,完全掌握bTV本台、部分喜剧频道及电影频道,以及N-Joy、Z-Rock、Melody、Jazz FM、Classic FM等电台共74%股权。 |
10 | আমার নিজের ব্লগে (বুলগেরিয়ান ভাষায়) আমি এই চুক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করেছি: | Maryan Tomov在Journalist BG博客提到: |
11 | চুক্তি অনুসারে, সিএমই বিটিভির ১০০% মালিকানা পাবে, সিএমি বিটিভির ১০০% আর বিটিভি কমিডি আর বিটিভি সিনেমার কিছু অংশের জন্য আর রেডিও স্টেশন এন-জয়, জেড-রক, মেলোডি, জ্যাজ এফেম, ক্লাসিক এফেমের মালিকানার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে। | |
12 | মারিয়ান তোমোভ তার ব্লগ জার্নালিস্ট বিজি তে লিখেছেন: এটা অবশ্য নতুন কিছু না যে গত বছরের মধ্যভাগ থেকে এই চুক্তি তৈরি হচ্ছে। | 这项交易自去年中以来并无改变,[…]Pro.bg的消息来源告诉我,这笔买卖只是迟早的事,1月27日路透社报导 ,「中欧媒体集团」已和梅铎(Rupert Murdoch)的「新闻集团」进入最后谈判阶段,预计以五亿美元买下bTV。[ …] |
13 | প্রো. | BGtelevizor博客则指出: |
14 | বিজি থেকে আমার সূত্র জানিয়েছে যে চুক্তির সমাপ্তি সময়ের ব্যাপার মাত্র। | […]「中欧媒体集团」主席Adrian Sarbu表示,该集团出售在乌克兰的业务后,购买bTV是集团改造工程的下一步。[ …] |
15 | আজকে (জানুয়ারী ২৭) রয়টার জানিয়েছে যে সিএমই রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের কাছ থেকে বিটিভি ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কেনার আলোচনার চুড়ান্ত পর্যায়ে আছে। | |
16 | আর একটা ব্লগ বিজিটেলিভিজোর লিখেছে (বুলগেরিয়ান ভাষায়): | 校对:Soup |
17 | সিএমইর প্রেসিডেন্ট আর সিইও আড্রিয়ান সার্বু বলেছেন যে ইউক্রেনে তাদের ব্যবসা বিক্রির পরে বিটিভির ক্রয় সিএমইর অবস্থান পাল্টানোতে পরবর্তী ধাপ। | |