# | ben | zhs |
---|
1 | দক্ষিণ পূর্ব এশিয়া ওবামার জয় উদযাপন করলো প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বরাক ওবামাকে অভিনন্দন! | 新加坡:东南亚欢庆欧巴马当选 |
2 | দক্ষিণ পূর্ব এশিয়ার ব্লগাররাও তার জয় আনন্দের সাথে উদযাপন করেছে। | 本文英文版原载于2008年11月5日 |
3 | বাস্তবতা হচ্ছে ওবামার এই বিজয় অনেক ব্লগারের মনে এই প্রতিচ্ছবি তৈরী করে যে তাদের স্থানীয় রাজনীতিতেও পরিবর্তন প্রয়োজন। | |
4 | এই অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গির কিছু উদাহরণ এখানে তুলে ধরা হল। | 恭喜欧巴马获选美国总统! |
5 | রোগ ইকোনমিষ্ট আশা করছে, ব্রুনাইতে হয়ত এবার কিছু পরিবর্তন আসবে: এটি এখন চুড়ান্ত। | 东南亚的博客们纷纷庆祝欧巴马的胜利! |
6 | এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি হলেন বারাক ওবামা। বিষয়টি প্রমান করে যে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়, যদি আমরা তার জন্য কঠোর পরিশ্রম করি (হে ঈশ্বর, ব্রুনাই দেশটির এ রকম একজন প্রয়োজন যে দেশটিতে পরিবর্তন আনতে সক্ষম)। | 事实上,这次大选的胜利,让许多博客反思他们自己国家所需要的改变。 |
7 | ক্যাম্বোডিয়া কলিং ওবামাকে স্মরণ করিয়ে দেন তাকে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: কেন আমি কৌতুহলী? | 下面是此现象的一些观点: |
8 | কারণ সবার চিন্তা ছিল কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের নেতা হচ্ছেন? ওবামার ওপর প্রচন্ড চাপ থাকবে। | Rogue Economist希望欧巴马的当选也可以替文莱带来一些改变: |
9 | যদি ওবামা ব্যার্থ হন তাহলে আরেকজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট খুঁজে নিতে আমেরিকার লম্বা সময় লেগে যাবে। রিটার্ন টু রাই কেটাক ব্লগ ওবামার জয়কে পুর্ব তিমুর-এর স্বাধীনতা উদযাপন এর সাথে তুলনা করেছেন: | Cambodia Calling点出了许多欧巴马将要面对的挑战: |
10 | ওবামার জয়ের সাথে ফোন কল আর ইমেইল আসছিল, অনলাইন চ্যাট বা কথাবার্তা-সবকিছুর মধ্যে একটা ইতিবাচক ভাষা ছিল। ইতিহাস আমাদের তৈরী করে না, আমরা ইতিহাস তৈরী করি। | Return to Rai Ketak比较欧巴马的胜利和东帝汶的独立庆典: |
11 | মে ২০, ২০০২ এর পর আমার আর কখনই এরকম অনুভূতি হয়নি। একজন তিমুরবাসী বন্ধু ইমেইলে একই রকম তুলনা করেছিল। | 他也与一个帝汶的朋友在电子邮件里做了比较: |
12 | তিমুরের স্বাধীনতার পর বারাক ওবামার জয় ২১ শতকের এক অন্যতম ঘটনা। পরবর্তীতে যা কিছুই ঘটুক, এক মহান অগ্রযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। | Indonesia Anonymus想知道印度尼西亚民众是否会投给一个像欧巴马这样的候选人: |
13 | ইন্দোনেশিয়া এনোনিমাস ভাবছেন যে ইন্দোনেশিয়া কি ওবামার মতো কোন প্রার্থীকে ভোট দেবে: | |
14 | ইন্দোনেশিয়া অবশ্যই অন্য অনেকে দেশের মতো অনেক জাতির একটি দেশ, যারা ওবামার প্রতিক্ষায়। আমরা ওবামাকে ভালোবাসি, এতে কোন সন্দেহ নেই। | GJ Jakarta认为这个世界对欧巴马的期望很高: |
15 | এখন প্রশ্ন হচ্ছে: যদি আমাদের দেশে কোন ওবামা থাকে। আমরা কি তাকে বের করতে সক্ষম হব? | 马来西亚的Mahaguru58认为美国选择欧巴马,拯救了自己: |
16 | আমরা কি তাকে ভোট দেব? ইন্দোনেশিয়াতে আমাদের ওবামাকে হতে হবে অর্ধেক ইন্দোনেশিয়ান এবং অর্ধেক চাইনিজ। | Obnoxious 5xmom建议那些因为欧巴马胜利而快乐过头的人,该着手解决一些马来西亚的地方问题: |
17 | আমরা বলতে পারি আমাদের ওবামা হবে মধ্য জাভায় অবস্থিত সোলোর জাভানিজ মা ও ইন্দোনেশিয়া-চাইনিজ পিতা, যার পূর্ব পুরুষরা চায়নার ফুজিয়ান প্রদেশ থেকে এসেছে, তাদের সন্তান। জিজে জার্কাতা লিখছে যে ওবামার উপর পৃথিবীর মানুষের এক বিশাল প্রত্যাশা রয়েছে: | 看到欧巴马当选,美国有了突破性的进展,Lim Kit Siang对马来西亚种族关系和国家建构感到悲哀: |
18 | এই মানুষটির জন্য এটি এক বিশাল চাপ। শুধু আমেরিকার মানুষদের নয়, সারা পৃথিবীর মানুষের আশা এখন তার উপর। | 来自马来西亚的Rocky's bru对于欧巴马有些疑问: |
19 | বাস্তবতা হচ্ছে এখনো এক অর্থনৈতিক সমস্যা রয়ে গেছে। আমেরিকার অর্থনীতিকে আবার নতুন করে গড়তে হবে। | 美国驻泰国大使馆在泰国曼谷举办了一场模拟选举,猜猜看谁会在这场投票中获胜? |
20 | এখনও আমেরিকার অনেক সৈন্য ইরাক ও আফগানিস্থানে মারা যাচ্ছে। হাজার হাজার লোক কর্মহীন। | HaPPi like a HiPPo描述了当时曼谷的气氛: |
21 | অনেকে তাদের ঘর হারাবে। আমি জানি এই সমস্ত ঘটনা এই ওবামার কারনে ঘটেনি। | 新加坡的DK本来担心欧巴马以民主党候选人身分参加竞选: |
22 | তিনি এর জন্য দায়ী নন। লোকজন এখন একটা সুখী জীবনের সন্ধানে রয়েছে, তাদের সুখী ভবিষ্যৎের জন্য। | 我必须承认当我得知民主党的候选人是欧巴马而不是希拉里时,我有点担心。 |
23 | কোন অন্ধকার সুড়ঙ্গের শেষে দৃশ্যমান এক উজ্জল আলোর অপেক্ষায়। মালয়েশিয়া থেকে মহাগুরু৫৮ বিশ্বাস করেন: | 我的想法是,他是一个黑人,而且美国可能还不是真的想要一个黑人总统。 |
24 | আমারেকিানরা নিজেদের উদ্ধার করেছে এমন একজন মানুষকে ভোট দিয়ে যাকে আমরা সকলেই শ্রদ্ধা করি এবং সম্মান জানাই। | |
25 | মনোযোগ দিয়ে তার ভাষণ শুনুন, এই ভাষণ আমাদের এক আশা দেয়। তাঁর উচ্চারিত প্রত্যেকটি শব্দ, তার নি:সৃত প্রত্যেকটি বাক্য আমেরিকার সৎ ইচ্ছা হয়ে ধরা দেয়। | 我很高兴我是错的。 |
26 | আজ, সারা বিশ্ব এক নতুন যুগের সুচনার উৎসবে মেতে উঠছে। অবনক্সাস ৫এক্সমম এক মালয়েশিয়ান ব্লগার। | 我很高兴欧巴马当选美国总统。 |
27 | তিনি যারা ওবামার জয়ে অতি উল্লসিত তাদের উপদেশ দিয়েছেন তারা যেন মালয়েশিয়ার স্থানীয় সমস্যার ক্ষেত্রেও একই ধরনের চিন্তা নিয়ে কাজ করে। এটার কোন মানে হয় না। | 虽然,我们不知道他是不是那个能够带领美国和世界走出衰退阴霾的人,但我们知道,他当选后,我们有更好的机会。 |
28 | আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ে অনেক মালয়েশিয়ান ব্লগার উহ-আহ করছে। তার খুব মনোযোগ দিয়ে ওবামাকে লিখছে এবং কি ভাবে তিনি আমেরিকা ও বিশ্বের মাঝে পরিবর্তন আনতে পারেন সে সমন্ধে লিখে যাচ্ছে। | 新加坡的Stars in the making则是共和党总统候选人马侃的支持者: |
29 | এখন আমাদের নিজেদের উঠোন, এই সুন্দর মালয়েশিয়ায় এই রকম কোন কাজ করতে তারা কোনদিনই উৎসাহী হয় না। | 当我在看马侃在竞选中的最后一场演讲时,我的眼泪夺眶而出。 |
30 | কেন আমেরিকায় যা হচ্ছে তা নিয়ে এত নাচানাচি, যখন আমরা এমনকি আমাদের নিজেদের দেশে কোন পরিবর্তন আনার চেষ্টা করি না। কেন আমি দেখি না তারা আমাদের দেশের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে না। | 在我心中,马侃才应该是下一任的美国总统。 |
31 | কেন তারা সে সমস্ত বিষয় নিয়ে উত্তেজিত হয় না যেগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে। কেন আমেরিকায় যা হচ্ছে তা নিয়ে এত মাতামাতি যখন আমরা আমাদের দেশের কারো বিরুদ্ধে একটা আঙ্গুলও তুলতে পারি না। | 他对国际事务以及战争的了解,将使美国处于一个有利的状态,而对我来说,他是美国和整个世界在乱世中所需要的那份安定。 |
32 | ওবামাকে নির্বাচিত করে আমেরিকা এক বিশাল ব্যাতিক্রমী অর্জন করেছে এটি স্বীকার করে লিম কিট সিয়াং মালয়েশিয়ায় জাতিগত সম্পর্ক উন্নয়ন ও জাতির উন্নয়নে ব্যর্থতা নিয়ে বেদনার্ত হয়েছে: | |
33 | ওবামার ঐতিহাসিক অর্জন অনেক মালয়েশিয়ানদের মনে এক প্রশ্ন তৈরী করেছে, এটা কি সম্ভব যে একজন চাইনিজ, ভারতীয়, কাদাজান (মালয়েশিয়ার এক ক্ষুদ্র মালয় আদিবাসী জাতি, যারা মূলত খ্রীষ্টান) জাতির কোন একজন কি কোনদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারবে? | |
34 | যদিও সংবিধানে পরিস্কারভাবে লেখা রয়েছে যে যে কোন মালয়েশিয়ান নাগরিক ধর্ম বা জাতিগত বৈশিষ্টের ঊর্ধ্বে উঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারে। | |
35 | যদি এ রকম কোন প্রশ্ন আজ হতে পঞ্চাশ বছর আগে জিজ্ঞেস করা হত তাহলে এই জাতির নির্মাতারা কোন দ্বিধা ছাড়াই বলতেন যে সংবিধানে এ ক্ষেত্রে কোন বাধা নেই। | |
36 | কিন্তু এখন এই সময়ে যদি একই প্রশ্ন আবার করা যায় তাহলে বেশ কিছু জোরালো কন্ঠ (যখন এই প্রশ্নটি সংসদে উত্থাপিত হয়েছিল) থাকবে যারা এর উত্তর দিবে, না। | |
37 | কেন মালয়েশিয়ার জাতিগত সম্পর্ক এবং জাতি নির্মাণ পঞ্চাশ বছর আগের তুলনায় পিছিয়ে গেছে, যখন আমেরিকার এই জাতিগত সম্পর্ক আরো জোরালো হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে। | |
38 | মালয়েশিয়ার রকি ব্রু বারাক ওবামার দিকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন: তিনি কি আমেরিকার অর্থনীতিকে আবার চাঙ্গা করতে পারবেন? | 但是美国却投给了「改变」的阵营。 |
39 | তিনি কি গুয়ানতানামো-বে বন্ধ করে দিতে পারবেন? আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যে পবিত্র যুদ্ধ তিনি কি থামিয়ে দিতে পারবেন? | 欧巴马是一个好人,而且会正直的带领这个国家,他是美国梦的象征。 |
40 | আমার সন্দেহ রয়েছে। কিন্তু তাতে কার কি আসে যায়। | 但这个梦会持续多久? |
41 | আহ? তারা বলছে বুশের পরে যে কেউ আমেরিকার জন্য একজন ভালো প্রেসিডেন্ট হতে পারে, অন্তত ক্ষতিগ্রস্ত বাকী বিশ্বের জন্য। | 现实会不会在欧巴马踏进办公室的第一年就浮现? |
42 | থাইল্যান্ডে অবিস্থত আমেরিকার দুতাবাস ব্যাংককে এক ছদ্ম নির্বাচন আয়োজন করেছিল। | 是不是有太多的期望加诸在他身上使他难以承受? |
43 | কল্পনা করুন সেই নির্বাচনে কে জয়লাভ করেছিল। হ্যাপী লাইক এ হিপ্পো ব্যাংককবাসীর মনোভাব বর্ণনা করছেন। | 欧巴马聘了一个菲律宾人当做处理亚太议题的顾问。 |
44 | নির্বাচনের কয়েকদিন আগে থেকে ব্যাংককের থাই টেলিভিশন চ্যানেল ও রেডিও ওবামার সমন্ধে আলাপ করছিল এবং মনে হচ্ছিল তারা পিএডি নামের দলটির প্রতিবাদের কথা ভুলে গিয়েছিল। | |
45 | আমি জানি প্রত্যেকটি থাইবাসী ওবামাকে সমর্থন করে, এমনকি রেডিও জকি ও সংবাদ উপস্থাপকরা ওবামাকে ভালোবাসে। | |
46 | শীঘ্রই আমরা আশা করতে পারি ওবামার আদলে পুতুল এবং তার নামে অন্য খেলনা থাইল্যান্ডের রাস্তায় বিক্রি হতে থাকবে। | |
47 | সিঙ্গাপুর থেকে ডিকে প্রথমে ডেমেক্রেটিক দল ওবামাকে বেছে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল। | |
48 | আমি স্বীকার করে নিচ্ছি, যখন হিলারীর বদলে ওবামা ডেমেক্রেটিক দলীয় প্রার্থী হলো, তখন আমি খানিকটা চিন্তিত হয়ে পড়ি। আমার মূল ভাবনাটি ছিল সে একজন কৃষ্ণাঙ্গ। | At midfield对此事做出回应: |
49 | আমেরিকানরা এখনও কোন নিগ্রো প্রেসিডেন্টকে মেনে নিবে না। আমি খুশী যে আমি ভুল ভেবেছিলাম। | 我们现在可以知道聘请一个菲律宾人当作亚太议题的主要顾问,会对我们有利,并且让欧巴马重新思考他反对菲律宾USAFFE的退役军人公平法和其它议题的立场,尤其是发生在这里的恐怖战争。 |
50 | আমি আনন্দিত ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। যদিও আমরা জানি না তিনি সঠিক ব্যাক্তি কিনা, যিনি আমেরিকাকে সামনে নিয়ে যাবে এবং এক অস্থিরতা থেকে পৃথিবীকে বের করে আনবে। | A Filipina Mom Blogger相当好奇欧巴马的外交政策: |
51 | তবে আমরা জানি হোয়াইট হাউসে তার আগমনে অনেক কিছু আগের চেয়ে ভালো হতে পারে। সিঙ্গাপুরের স্টার্স ইন দ্যা মেকিং ছিল ম্যাককেইনের সমর্থক: | 我作为菲律宾人,相当好奇欧巴马的外交政策。 |
52 | যখন ম্যাককেইন নির্বাচনী প্রচারের সময় তার চুড়ান্ত ভাষণটি দেন তখন আমাদের চোখে পানি চলে আসে। আমার কাছে জন ম্যাককেইন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবার জন্যে বেশী যোগ্য ছিল। | 我在欧巴马身上,看见一个愿意去接触世界各地领导人的总统,不论是敌是友,他开启了对话,以及用外交去解决问题而不是使用武力。 |
53 | পররাষ্ট্র নীতি এবং যুদ্ধে তার অভিজ্ঞতা আমেরিকার ভালো কাজে আসতো। এই অস্থির কঠিন সময়ে তিনি ছিলে আমেরিকা ও সারা বিশ্বের জন্য স্থায়ীত্বের প্রতীক। | 毕竟,什么时候和敌人坐下来交谈会受伤害呢? |
54 | কিন্তু আমেরিকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। ওবামা ভালো মানুষ এবং তিনি জাতিকে একজোট হয়ে নেতৃত্ব দিবেন। | 欧巴马当选传递了一个讯息给在美国与其它世界各地国家的少数民族。 |
55 | তিনি আমেরিকার স্বপ্নের প্রতীক, কিন্তু কতদিন এই স্বপ্ন টিকে থাকবে? যখন ওবামা প্রথম বছরে তার অফিসে যোগ দেবেন তখন বাস্তবতা তাকে মাটিতে নামিয়ে আনবে নাতো? | 这个讯息是,美国正在打破种族的隔阂,敞开心胸接纳各种肤色的种族和信仰。 |
56 | তার কাছে কি খুব বেশী আশা করা হচ্ছে না? এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয় নিয়ে পরিকল্পনার জন্য ওবামা একজন ফিলিপিনোকে বেছে নিয়েছেন। | Tonyo Cruz要求菲律宾的活跃人士模仿欧巴马的竞选策略: |
57 | মিডফিল্ড এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাচ্ছে: ফিলিপিনো হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একজন ফিলিপিনো যিনি এশিয়া প্যাসিফিক ইস্যুতে ওবামা সাথে কাজ করবে। | 为了菲律宾的进步,让我们从欧巴马的胜利中找寻灵感。 |
58 | এতে ফিলিপিনোরা উপকৃত হবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই যেভাবে চলুক না কেন, তিনি ফিলিপিনো ইউএসএএফএফই বিল ও অন্যান বিষয় সমন্ধে নিরপেক্ষ দৃষ্টি রাখবেন। | |
59 | এ ফিলিপিনা মম ব্লগার ওবামার পররাষ্ট্র নীতি সম্পর্কে কৌতুহলী: ফিলিপিনো হিসেবে আমার পছন্দ সিনেটর বারাক ওবামাকে, তার পররাষ্ট্র নীতিকে, ওবামার মধ্যে আমি বিশ্ব নেতা হবার গুণ দেখেছি। | 让我们早点发起改变的声浪(欧巴马两年前就开始了他的竞选活动,而我们下个选举不到两年就要举行了!),挑战政党,并在竞选中,让我们的关注变成竞选焦点。 |
60 | বন্ধু বা শত্রু যে হোক না কেন তার জন্য সামরিক পথে না গিয়ে আলোচনায় বসা এবং কুটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই ভালো। মোটের উপর আমাদের শত্রুদের সাথে বসে আলাপ করায় কাকে আহত হতে হয়? | 当然,菲律宾的政治体制完全不同于美国的体制,但是并不表示我们应该抛弃欧巴马的所有经验。 |
61 | ওবামার নির্বাচন আমেরিকা ও সারা পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা সঙ্কেত যে, আমেরিকা বর্ণবৈষমের শিকল ভেঙ্গে ফেলছে, তারা সকল বর্ণ ও ধর্মের জাতির জন্য তাদের হৃদয় উন্মুক্ত করছে। | |
62 | টনিও ক্রুজ ফিলিপিনো সক্রিয় কর্মীদের ওবামার প্রচারণার ও পরিকল্পনার সমকক্ষ এক প্রচারণা তৈরী করতে বলছেন: চলুন আমরা ফিলিপিনোরা ওবামার জয় থেকে উদ্দীপ্ত হই। | 我们有很多可以学习的,而且或许也可以运用在我们的国家情况中。 |
63 | খুব দ্রুত আমরা পরিবর্তনের জন্য প্রচারণা শুরু করি (ওবামা দুই বছর আগে তার এই প্রচারনা শুরু করে, ফিলিপিনোর পরবর্তী নির্বাচন শুরু হবে দুই বছরের কম সময়ের মধ্যে)। | |
64 | রাজনৈতিক দলগুলোর মধ্যে চ্যালেজ্ঞ ছুড়ে দেওয়া এবং আমাদের এই চাওয়াকে প্রেসিডেন্ট নির্বাচনের কেন্দ্রে রাখা উচিৎ। অবশ্যই ফিলিপাইনের রাজনীতি আমেরিকার রাজনৈতিক পদ্ধতি থেকে আলাদা। | 译者:Rou1121/Achun |
65 | কিন্তু ওবামার পুরো অভিজ্ঞতাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এটা কোন অজুহাত হতে পারে না। অনেক কিছু শিক্ষনীয় রয়েছে এবং সম্ভবত তা আমাদের নিজেদের বাস্তবতায় কাজে লাগতে হবে। | 校对:helloleadingflame |