Sentence alignment for gv-ben-20101019-13157.xml (html) - gv-zhs-20101127-6824.xml (html)

#benzhs
1ভিডিও: কি ভাবে পানিকে পরিষ্কার রাখা এবং তাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায়
2হাস্যোজ্জ্বল রংধনু রঙ পানির ফোঁটা ছবি ডি শ্যারন প্রুইট-এর সিসি বাই各地省水节约影片
3পানি সংরক্ষণ নিয়ে ভিডিও তৈরি মনে হচ্ছে এখন একটা ধারায় পরিণত হয়েছে, বিশেষ করে লোকজন এবং প্রতিষ্ঠান কি ভাবে পানি সম্পদকে আরো ভালোভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে কিছু কৌশল এবং পরামর্শ প্রদান করছে।
4গ্রে ওয়াটার বা আমরা পায়খানা ফ্লাশ করার জন্য যে পানি ব্যবহার করি, সেই পানিকে পুনরায় ব্যবহার করার কিছু কৌশল জানানো হচ্ছে।照片来自Flickr用户D Sharon Pruitt,依据创用CC BY授权使用
5পেরুর ভালে ডেল কোলকার শিশুরা সম্প্রদায়ের লোকজন যে সমস্ত এলাকা থেকে পানি সংগ্রহ করে, সেগুলোর পরিষ্কার রাখার গুরুত্ব ব্যাখ্যা করছে । এই সমস্ত শিশুরা পেরুর কোলকা উপত্যকার এক গ্রাম থেকে এসেছে।省水影片似乎正在流行,许多民众与组织都透过影片,传授善用水资源的诀窍及建议,包括如何再使用灰水(gray water,指厨房、浴室、洗衣用过的水)、如何减少冲马桶用水、秘鲁Colca河谷地区孩童说明维护社区水源洁净的重要性等。
6তারা পানি সংগ্রহের উৎস সমূহকে দুষিত করা এবং সেই পানি পান করার প্রভাব উপস্থাপন করছে। রোসিটা এবং আবেলিটোর মা গৃহস্থালির কাজের জন্য তাদের পানি আনতে পাঠায় এবং তারা বালতি নিয়ে যেখানে ক্ষেতের জন্য পানি দেওয়া হয় সেই ডোবাতে যায়।这些秘鲁乡村地区孩童描述受污染水源以及从中获取饮用水,Rosita 及Abelito的母亲派两人去取水,他们带着水桶到灌溉沟渠,但社区民众却在水里小便、乱丢垃圾,动物也因为别无去处,都在同一处饮下污染水源;两人因 为走了很长一段路,便喝了几口,再捧着满满的水回家。
7তবে সেইখানে সম্প্রদায়ের অনেক সদস্য মূত্রত্যাগ করে, লোকজন সেখানে ময়লা ছুড়ে ফেলে এবং এই গৃহপালিত জন্তু এবং অন্য প্রাণীও অন্য কোথাও পানি না পাওয়ার কারণে সেই দুষিত পানি পান করতে আসে।
8রোসিটা এবং আবেলিটো লম্বা পথ হেঁটে আসার কারণে তৃষ্ণার্ত হয়ে পড়ে। যার ফলে তারা সেই ডোবা থেকে কিছুটা পানি পান করে।两人做完家事,妈妈准许他们出门玩耍,但玩到一半,两人却突然剧烈胃痛,送医后,医师减轻两人疼痛, 但警告不可饮用未经煮沸的水。
9এরপর তারা বালতিতে পানি নিয়ে বাড়ি ফিরে যায়। কাজ শেষ হয়ে যাওয়ার ফলে তাদের মা দুইজনকে খেলার অনুমতি দেয়।Abelito在影片最后提醒观众,不要在水源旁便溺或丢弃垃圾,我们才能一同享受洁净水源。
10কিন্তু খেলার সময় তাদের পেটে ভয়াবহ ব্যথা দেখা দেয়। তাদের মা সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।Water Savers 4 Life决定以歌唱传递省水观念,借用耶诞歌曲唱出十大诀窍:
11সেখানকার ডাক্তাররা তাদের সুস্থ করে তোলে। তবে তাদের সতর্ক করে দেয় যেন তারা, যে পানি ফুটিয়ে নিরাপদ করা হয়নি, সেই পানি পান না করে।这个西班牙家庭力行省水,洗衣时使用环保肥皂,排出的灰水装在特殊容器内,再用水管导致厕所的水桶,要擦地就用这些肥皂水,冲马桶也一样。
12এবং শেষে আবেলিটো শ্রোতাদের সতর্ক করে দেয়, যেন তারা পানিতে মূত্রত্যাগ না করে, পানির উৎস দুষিত না করে এবং সেখানে যেন কোন ময়লা না ফেলে, যাতে আমরা সকলে বিশুদ্ধ পানি পান করার মজা পেতে পারি।
13ওয়াটার সেভার ৪ লাইফ পানি সংরক্ষণের উপর একটি গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিসমাস ক্যারোল নামক বড়দিনের এক জনপ্রিয় গানের সুরে তার পানি সংরক্ষণের দশটি কৌশলের উপর গান গেয়েছে:新加坡民众也在意节水问题,这段影片提供许多人可应用的诀窍:缩短淋浴时间、刷牙时用水杯装水、洗衣水拿来冲马桶或擦地板、用水盆装水洗蔬果等,影片里展示在不同文化中,省水也需要创意,例如拿洗米水来浇花,若其他地区不以米为主食,有何其他方式能符合不同用水习惯?
14স্পেনের এই সব বাড়ীর বাসিন্দারা আক্ষরিক অর্থে পানি সংরক্ষন করে।
15যখন তারা কাপড় ধোয় (পরিবেশ বান্ধব সাবান ব্যবহার করে), তখন যন্ত্র থেকে বের হওয়া পানিকে (গ্রে ওয়াটার) তারা বিশেষ টিনের পাত্রের দিকে প্রবাহিত করার ব্যবস্থা করে।
16সেই পাত্রে এই পানি সংরক্ষিত করা হয় এবং তারা এরপর একটি নল পরিবাহী পদ্ধতি ব্যবহার করে।
17তারা এই পানিকে আবার নতুনভাবে স্নানঘরে রাখা একটি বালতির দিকে পারিচালনা করে। যখন তাদের মেঝে পরিষ্কার করার দরকার হয়, তখন তারা এই পরিশুদ্ধ পানি ব্যবহার করে।在最后这段影片里,许多新建屋舍均有省水厕所,但其他住宅若有耗费大量水源的马桶,但没有钱替换,也不需因此绝望,以下这项诀窍至少能在每次冲水时,都省下至少一公升的水,只需将容量1.
18আবার একই সাথে যখন তাদের পায়খানার জন্য পানি ব্যবহার করার প্রয়োজন হয় (ফ্লাশ করা), তখন তারা এই পানি ব্যবহার করে, তারা বালতিটা পানি পূর্ণ করে এবং তারপর সেটিকে পায়খানায় ঢেলে দেয়।
19সিঙাপুরের লোকজন পানি সংরক্ষণের ব্যাপারে সচেতন এবং এই ভিডিও এমন কিছু কৌশল দেখাচ্ছে যা আমাদের অনেকে প্রয়োগ করতে পারবে: অল্প সময়ের মধ্যে গোসল সেরে নেওয়া, কোন খোলা কলের সামনে দাঁত মাজার বদলে এক গ্লাস পানি দিয়ে দাঁত মাজার কাজটি সারা।
20আমাদের পায়খানায় ফ্লাশ করার জন্য ব্যবহার করা বা মেঝে পরিষ্কার করার নেকড়ায় এই পানির পুনরায় ব্যবহার, এক পানির গামলায় অন্য কিছুর সাথে সব্জি ধোয়ার কাজটি করা।
21এটা আমাদের দেখায় যে কিছু সংস্কৃতির পানি বাঁচানোর জন্য খানিকটা সৃষ্টিশীল হবার প্রয়োজন রয়েছে।
22পানির সংরক্ষণের জন্য পানি শোধনাগারে চাল ধোয়ার জন্য এক কৌশলের প্রয়োজন রয়েছে।
23এখন কেউ যদি চালের ব্যবহার না করে, তাহলে অন্য কি কি কৌশল নিয়ে আমরা হাজির হতে পারি, যা কেবল বিশেষত পানি ব্যবহারে ধরনের ক্ষেত্রে করা সম্ভব?
24যেমনটা এর আগের এবং এই পরবর্তী উদাহরণে দেখা যাচ্ছে, পানি সরবরাহকারী কোম্পানীগুলো যৌক্তিকভাবে যথেষ্ট পরিমাণ পানি ব্যবহারের কথা বলে।
25কলম্বিয়ার কারটাগো নামক শহরের এমকারটাগো নামক নিত্য ব্যবহার্য উপাদান (ইউটিলিটি -পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্টারনেটে কেবল পানির ব্যবহারে উপর ভিডিও তুলে দেয়নি, একই সাথে তারা বিশুদ্ধ পানি সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদানের জন্য তারা আশেপাশের বিভিন্ন এলাকায় গিয়েছে।
26ভালো এবং খারাপভাবে পানি ব্যবহারের উদাহরণ ভিডিওতে প্রদর্শন করার মধ্যে দিয়ে তারা তাদের বার্তা সব জায়গায় ছড়িয়ে দেবার চেষ্টা করছে কি ভাবে কেবল যথেষ্ট পরিমাণ পানিই নয়, অন্য ব্যবহার্য উপাদান যেমন গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাঁচানো সম্ভব।
27শেষ অংশ, কিন্তু একেবারে সর্বশেষ নয়: অনেক নতুন বাসায় কেবল মাত্র প্রয়োজনীয় পানিতে কাজ সারে এমন পায়খানা রয়েছে, কিন্তু অবশিষ্ট বাসায় যথেচ্ছ পানি খরচ করে এমন পায়খানা রয়েছে এবং নতুনভাবে বসানোর জন্য কোন অর্থ নেই।
28পানি বাঁচানোর জন্য লাগে একটা নতুন পায়খানা, কোন হতাশা নয়।5公升的水瓶灌满水,再置于马桶水箱内,即可每次省下相当多用水量:
29নীচের এই কৌশল ব্যবহার করে যে কেউ প্রতিবার পানি ফ্লাশ করার সময় অন্তত এক লিটার পানি সংরক্ষণ করতে পারবে।
30দেড় লিটারের একটি পানির বোতল পানি পূর্ণ করে, সেটিকে পায়খানার ট্যাঙ্কের সাথে রেখে দিন, এটি আপনি বোতল থেকে যতটা পানি সরাবেন, ততটা পানি সে বাঁচাবে:
31মনে রাখবেন পানির খরচ বাঁচানোর মানে কেবল পৃথিবীকে বাঁচানো নয়, একই সাথে তা নিত্য দিনের খরচ কমিয়ে আপনার পকেটের টাকা বাঁচানোও বটে। হ্যাপী ব্লগ এ্যাকশন ডে -২০১০।别忘了,省水不仅能拯救地球,还可以降低水费。