# | ben | zhs |
---|
1 | জাপান: বার্তাটিকে ছড়িয়ে দাও, সেটিকে অনুবাদ কর | 日本:用翻译传递资讯 |
2 | মিননা নো হোনইয়াকু (みんなの翻訳 সকলের জন্য অনুবাদ)[জাপানী ভাষায়] নামক এক প্রকল্পের প্রধান কিও কাগেইউরার এখানে একটি ভিডিও সাক্ষাৎকার রয়েছে [ইংরেজী ভাষায়]। এটি এক নতুন অনুবাদ প্লাটফর্ম বা ক্ষেত্র যা কিনা বেসরকারী ওরফে এনজিও এবং অলাভজনক প্রতিষ্ঠান সমুহের বার্তা ছড়িয়ে দেবার কাজে লাগবে। | 以下影片访问日本「大家的翻译」计划主持人影浦峡,这个新的翻译平台拜志工译者之赐,协助非政府组织及非营利组织散播资讯。 |
3 | এর জন্য স্বেচ্ছাসেবক অনুবাদক দলকে ধন্যবাদ। | 全球之声日本小组询问他有关这个平台的挑战、难处与志工翻译的新领域。 |
4 | গ্লোবাল ভয়েসেস জাপান তাকে প্রশ্ন করেছিল মিননা নো হোনইয়াকু নামক প্রকল্পের প্রতিকূলতা ও সীমাবদ্ধতা এবং স্বেচ্ছাসেবী অনুবাদ কর্মের নতুন ধারা নিয়ে [ইংরেজী ভাষায়] । ‘মিননা নো হোনইয়াকু' বা ‘সকলের জন্য অনুবাদ', জাপানের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ভাষা অনুবাদক দল এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান গবেষণাগারের চিন্তাপ্রসূত এক পরিকল্পনা। | 这项计划是由「日本情报通信研究机构语言翻译团队」与东京大学「图书馆情报学研究室」合作完成,「三省堂书店」出版社会亦参与其中。 |
5 | এদেরকে এই কাজে সাহায্য করেছে সানসেইডো নামের এক প্রকাশনা কোম্পানী। যদিও এটি শীটেক নামে এক প্রকল্পের অংশ, তবে অনলাইনে অনুবাদ কর্মের গতি বৃদ্ধির ক্ষেত্র এর এক যথাযথ উদ্দেশ্য রয়েছে: | 这个平台隶属于Shiitake Project之下,而促进网络翻译成长有一项明确的目标: |
6 | এই পদ্ধতি একটি ব্যক্তির অনুবাদ করবার কাজকে একটি নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসবে এবং এটি করা সম্ভব হবে বাড়তি কোন প্রচেষ্টা ছাড়াই। এতে অনুবাদক একই বা এই বিষয় সম্পর্কিত যে সমস্ত ডোমেইনে কাজ করছে, সেখানে যৌথভাবে অনুবাদ কর্মের জন্য তথ্য জমা করতে পারবে এবং অনুবাদ কর্মের সাথে সম্পর্কযুক্ত তথ্য পরস্পরের সাথে ভাগাভাগি করে নিতে পারবে। | 这个系统最终能让个别译者建立起一个网络,不需另外特别费力,让领域相仿或相关的译者能合作累积翻译资料,并分享与作品相关的资讯,我们相信如此能改善翻译活动,并鼓励潜在译者加入,故Shiitake Project其实是项社会计划。 |
7 | আমরা বিশ্বাস করি এভাবে অনুবাদকরা তাদের অনুবাদ কর্মের গতি বাড়িয়ে নিতে পারবে এবং আগ্রহী অনুবাদককে এ কাজে যোগ দিতে উৎসাহ প্রদান করতে পারবে। যতদুর সম্ভব বলা যায়, শীটেক প্রকল্প, একটি সামাজিক যোগাযোগের পরিকল্পনা বা সোশাল প্রজেক্ট। | 为了让新进译者的翻译工作更简单,影浦教授的团队建立「大家的翻译」这个平台,相信: |
8 | সবশেষে বলা যায়, অনুবাদককে তার কাজ সহজ করা ও অনভিজ্ঞ অনুবাদককে সাহায্য করার উদ্দেশ্যে অধ্যাপক কাগেইউরার দল মিননা নো হোনইয়াকু তৈরি করেছে। | 由志工翻译新闻与报导,将在资讯流通方面扮演重要角色。 |
9 | তবে এ ব্যাপারে তিনি স্থির বিশ্বাসী যে: স্বেচ্ছাসেবী অনুবাদকরা সংবাদ ও খবরের যে অনুবাদ করে, তা বিকল্পধারার তথ্য প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। | 校对:Soup |