# | ben | zhs |
---|
1 | জাপান: হুমকির মুখে সিনেমা হলগুলো “দি কোভ” এর প্রদর্শনী বাতিল করছে প্রতিবাদকারীদের মধ্যে ডানপন্থীরা অস্কার বিজয়ী তথ্যচিত্র “দি কোভ” [ইংরেজী ভাষায়] প্রদর্শনের বিরোধিতা করছে। | 日本:戏院被迫放弃《血色海湾》 |
2 | এদিকে তিনটি হল বা থিয়েটার এই তথ্যচিত্রটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে: এই বিতর্কিত ছবি যা ডলফিনদের নির্মমভাবে হত্যার দৃশ্য ধারণ করেছে, যা তাজির কাছে এক সাগরের খাঁড়ির মাঝ থেকে তোলা হয়েছে। | 由於右翼团体反对播映奥斯卡最佳记录片《血色海湾》(The Cove),三家戏院已决定放弃上映。 |
3 | তাজি, জাপানের দক্ষিণ উপকূলের এক ছোট্ট গ্রাম এবং ঐতিহাসিকভাবে এই এলাকা তিমি শিকারের উপর নির্ভরশীল। জাপানের সিনেমা হলগুলোতে জুনের শেষ সপ্তাহ এই ছবিটি প্রদর্শিত হবার কথা ছিল [ইংরেজী ভাষায়]। | 这部具争议的电影里,拍摄日本南部太地町(Taiji)的屠杀海豚行为,当地向来以捕鲸维生,而电影预定於六月底在日本戏院上映。 |
4 | কিন্তু বিতরণকারী প্রতিষ্ঠানে আসা বেশ কিছু হুমকি ও অফিসের সামনে করা প্রতিবাদের মুখে টোকিওর দুটি এবং ওসাকার একটি সিনেমা হল এটিকে প্রদর্শন করতে অস্বীকার করে। | 因为发行公司接到恐吓电话,门前亦出现抗议群众,东京二家戏院与大阪一家戏院已决定拒绝播映,全国还有23家戏院会播出,但日期未定。 |
5 | বাকী ২৩ টি হল এটিকে প্রদর্শন করতে রাজী হয়েছে, কিন্তু এখনো তার তারিখ নির্ধারণ করেনি। যদিও সামান্য কয়েকজনেরই এই ছবি দেখার সৌভাগ্য হয়েছে তারপরে এই তথ্যচিত্রটিকে জাপানের অনেকেই জাপান বিরোধী হিসেবে কঠোরভাবে সমালোচনা করেছে। | 许多日本民众强烈批评这部电影「反日」,但大多数人都还没看过内容,只听说是一群美国人来到日本,用尽各种方式瞒骗当地渔夫,并批判日本传统。 |
6 | এর সুনাম একে ছাড়িয়ে গেছে এবং এটি জাপানে কুখ্যাত ছবি হিসেবে পরিচিতি লাভ করেছে, যেটিতে একদল আমেরিকান জাপানের মাটিতে স্থানীয় জেলেদের বোকা বানিয়েছে এবং জাপানের ঐতিহ্যকে সমালোচনা করেছে। কি নি নারু নিক্কির ব্লগার বলছে, সে উপলব্ধি করেছে এই প্রতিবাদের কারণ কি। | Ki ni naru nikki表示,他理解人们抗议的理由: |
7 | আমি বুঝতে পারি প্রতিবাদকারীরা কেন “দি কোভের” বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারণ জাপানী লোকেরা সাধারণত ডলফিনের মাংস খায় না…কিন্তু এই ছবিটি দেখার আমার সামান্য উৎসাহ রয়েছে… হয়ত আমি এই বইটি পড়ব ‘দি কোভ এর পোস্টার। | 我能理解人们为何反对《血色海湾》,因为日本一般民众不吃海豚肉…但我对电影内容有些好奇…或许我改为看书好了。 |
8 | ছবি ক্রিস্টোভার কার-এর। সিসি লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | ‘《血色海湾》海报,来自Christopher Carr,依据创用CC授权使用 |
9 | এখন পর্যন্ত “দি কোভ” একমাত্র যেখানে প্রদর্শিত হয়েছে সেটি হচ্ছে, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টোকিও ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভাল বা টিআইএফএফ)। | |
10 | যদি প্রাথমিকভাবে সেখানে এই তথ্যচিত্রটিকে প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল [ইংরেজী ভাষায়]। | 至今《血色海湾》在日本唯一播映机会,只有去年11月的东京影展,不过原先也遭到拒绝。 |
11 | এই চলচ্চিত্র, যেখানে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যেমন ছদ্মবেশী উচ্চ প্রযুক্তির ক্যামেরা (ক্যামোফ্লোজ হাই ডেফিনেশন ক্যামেরা), ডলফিন শিকার প্রতিরোধ কর্মীরা গোপনে ডলফিনকে হত্যার দৃশ্য এবং কালোবাজারে তিমির মাংস বলে ডলফিনের মাংস বিক্রির দৃশ্য ধারণ করে। | |
12 | এছাড়াও তারা পারদের ব্যবহারের বিপদের উপর গুরুত্ব প্রদান করেছে, তথাকথিত মিনিমাতা ঘটনার [ইংরেজী ভাষায়] পর বিষয়টি জাপানে বেশ পরিচিত। উমিকারাহাজিমারুর ব্লগার যিনি টিআইএফএফ-এ ছবিটি দেখেছেন, দেখার পর এর পক্ষপাতের ধরন ও অতিরিক্ত আবেগী স্বরে নির্মানের কারণে এর সমালোচনা করেছেন। | 电影拍摄时,使用高画质隐藏式摄影机等高科技设备,反捕鲸豚人士秘密记录屠豚过程,以及将海豚肉当做鲸肉贩售的黑市交易,亦提及海豚肉汞含量可能达危险级,日本自从发生水俣病事件後,大众便熟知这项问题。 |
13 | তার মন্তব্যে এটা উঠে এসেছে যে, এই তথ্যচিত্র সংবাদ প্রদানের মত করে তৈরি করার বদলে একটিভিস্ট বা কর্মীদের লেখনীতে তৈরি হওয়া চলচ্চিত্রে পরিণত হয়েছে। | umikarahajimaru在东京影展看过这部片,批评内容偏颇丶充满情绪化言论,认为这是社运人士拍摄的电影,而非从新闻专业切入的记录片。 |
14 | এই চলচ্চিত্রের যে দিকটির আমি সবচেয়ে বেশি সমালোচনা করব তা তাইজিতে যে ঘটনার কথা এই ছবি বলে সে বিষয়টির নয়, এমনকি কে এটা বানিয়েছে তাও নয়, অন্য কথায় বলা যায় অনেক আমেরিকানকে সেরা তথ্যচিত্র নির্মাতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে যা আমার দৃষ্টিতে এমনকি তথ্যচিত্র বলে অভিহিত করার যোগ্য নয়। | |
15 | এটি কোন ধরনের স্পস্ট প্রমাণ ছাড়াই দর্শকদের কাছে সহানুভূতির জন্য আবেদন তৈরি এবং তাদের সহানুভূতি অর্জন করে এবং এই তথ্যচিত্রে যুক্তির অভাব রয়েছে। […] মনে হচ্ছে যে তাইজির লোকজন সিনেমা হল বা থিয়েটার থেকে এটিকে নামিয়ে ফেলতে চাইছে, কিন্তু এই কারণে মনে হচ্ছে যে তারা খারাপ কিছু লুকাতে চাইছে। | 我觉得这部片最值得批评之处,不是在於描述太地町情况,也不是制作团队,而是观众,在我看来,这根本不是记录片,美国人却颁发最佳记录片奖给它,电影内容试图挑起观众情绪与同情,但却未提出任何确切证据,也缺乏逻辑。 […] |
16 | এটার হয়ত ঠিক এর বিপরীত প্রভাব তৈরি করতে পারে এবং যে সমস্ত জাপানীরা এই ছবিটা দেখতে আগ্রহী তাদের সংখ্যা বাড়িয়ে ফেলতে পারে। যদি তারা এই ছবিটিকে দেখতে দেয় এবং যদি ছবিটি প্রদর্শিত হয়, তা হলে হয়ত গুজব ছড়িয়ে পড়বে যে “ এটা “খুব বাজে ছবি' এবং এই সমস্ত গুঞ্জন চোখের পলকে হারিয়ে যাবে। | 太地町居民可能希望这部电影不要播出,因为内容让他们好像在遮掩什麽坏事,但这种态度可能会有反效果,让更多日本人有兴趣观赏这部片,若他们一句话不说,让电影如期上映,或许很快会出现「这是烂电影」的耳语,所有话题也会在一瞬间消失。 |
17 | প্রচারণায় প্রদর্শনের জন্য তৈরি ‘দি কোভের” সংক্ষিপ্ত অংশ | 《血色海湾》预告片 |
18 | তবে ডানপন্থী কর্মী বা একটিভিস্টদের হুমকি সত্ত্বেও জাপানের জনগণ এই ছবির ব্যাপরে মত আলাদা করেনি । এই ঘটনায় অনেকে ২০০৮ সালের মত এক অবস্থায় রয়েছে, যখন তথ্যচিত্র ‘ইয়াসুকুনি' [ইংরেজী] (যা ইয়ুসুকুনি শিরিন বা সমাধিমন্দির সম্বন্ধে) সিনেমা হল থেকে একই ভাবে অপসারণ করা হয় [ইংরেজী ভাষায়] কারণ এটিকে “জাপান বিরোধী” তথ্যচিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। . | 但因为右派份子出言威胁,反倒让日本民众不再冷漠以对,有些人回忆起2008年时,描写靖国神社的记录片《靖国》就是因为遭贴上「反日」标签,无法在日本上映。 |
19 | একই সময় জাপানের ৫৫ জন বুদ্ধিজীবী, সাংবাদিক, এবং চলচ্চিত্র নির্মাতা এই প্রদর্শন বাতিল করার বিরুদ্ধে অবস্থান নেবার ঘোষণা দিয়েছেন। | 目前已有55名日本知识份子丶记者及电影导演公开表示,反对取消电影上映,他们发表共同声明,以言论自由为原则,反对禁止播映《血色海湾》,并支持沦为威胁对象的戏院与民众。 |
20 | তারা মত প্রকাশের স্বাধীনতা নীতি প্রয়োগের আবেদন জানিয়েছেন। | renjakudo转载声明稿内文。 |
21 | তারা এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে যেখানে তিনি বলছেন, তারা যে কোন চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ আরোপের বিপক্ষে এবং সেই সমস্ত চলচ্চিত্র এবং লোকজনকে সমর্থন জানাবেন, যারা হুমকির শিকার। | 若这种现象变成常态,未来任何造成舆论分歧的争议性电影都无法播映,这部电影在全球广为流传,以日本为主题,却无法在日本上映,便可证明言论自由在日本多麽不堪一击。 |
22 | রেনজাকুডো এই বিবৃতির লেখা তার ব্লগের মাধ্যমে আমাদের জানাচ্ছেন। | 校对:Soup |
23 | যদি এই ধরনের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, তা হলে যে কোন বিতর্কিত চলচ্চিত্র প্রদর্শন করা অসম্ভব হয়ে পড়বে যা জনতার মতামতকে বিভক্ত করে ফেলতে পারে। | |
24 | বাস্তবতা হচ্ছে এ রকম একটি ছবি যা বিদেশের অনেক জায়গায় প্রদর্শিত হচ্ছে এবং জাপানকে তুলে ধরছে তা স্বয়ং জাপানে প্রদর্শন করা যাচ্ছে না, এতেই বোঝা যায় মত প্রকাশের স্বাধীনতা এই দেশে কতটা ক্ষণভঙ্গুর। | |