# | ben | zhs |
---|
1 | মায়ানমার টাইমস সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে বার্মিজ জান্তাকে লুকানো সংকেত | 给缅甸军政府的秘密讯息 |
2 | মায়ানমারের কয়েকজন ব্লগার ২৩ জুলাই ২০০৭, সোমবারের মিয়ানমার টাইমসে প্রকাশিত একটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছেন। ধারনা করা হচ্ছে যে তাতে কোন লুকানো সংকেত আছে। | 《缅甸时报》于7月23日星期一的版面上,出现了一则广告,其中隐藏的讯息引起部分缅甸博客讨论。 |
3 | এন৩ নামক ব্লগার বলছেন যে ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন হিসাবে প্রকাশিত বার্তাটি উলটো ভাবে দেয়া ছিল। লুকানো বার্তার প্রথম অংশে “Freedom” (স্বাধীনতা) আর দ্বিতীয় অংশে “Killer Than Shwe” (খুনি থান সুই) লেখা আছে। | 博客N3认为,在这则看似旅行社刊登的广告中,旅行社的名称应该要倒着读,其中秘密讯息的第一部分意思为「自由」(Freedom),第二部分则是「杀手丹瑞」(Killer Than Shwe)。 |
4 | মে১১ ব্লগ এই ধরনের বার্তার কারন বের করার জন্য বিজ্ঞাপনের সূত্র খুজেছেন এবং বলছেন: | May11探查讯息来源后发现: |
5 | বিজ্ঞাপনটি দেখে মনে হচ্ছিল যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে বার্মাতে টুরিষ্ট আসার ব্যাপারে উৎসাহ দিচ্ছে, আসলে এতে বারমিজ জান্তার জন্য একটা গোপন বার্তা ছিল। (বিজ্ঞাপনে উল্লেখিত) কবিতার প্রত্যেক লাইনের প্রথম শব্দ দিয়ে “freedom” (স্বাধীনতা) আর বোর্ড অফ আইসল্যান্ডিক ট্রাভেলস এজেন্সির নাম উল্টোভাবে বানান করলে “Killer Than Shwe” (খুনি থান সুই) হয়। | 这篇广告看似在吸引北欧民众前往缅甸旅游,实则有隐藏讯息针对缅甸军政府,若把文中诗句每个字开头第一个字母组合起来,即为「自由」,而若把旅行社名称字母顺序倒着写,就能写成「杀手丹瑞」。 |
6 | জেনারেল থান সুই হচ্ছেন মায়ানমারের শাসক সামরিক জান্তার নেতা । | 丹瑞将军为缅甸军政府领导人。 |
7 | ইতিমধ্যে নিয়েইন চান ইয়ার এই বিজ্ঞাপন কাগজে ছাপানোর জন্য এর পেছনের দলকে ধন্যবাদ জানিয়েছেন। | Nyein Chan Yar感谢刊登广告的组织。 |
8 | বিজ্ঞাপনটি ড্যানিশ স্ট্রিট আর্ট গ্রুপ সারেন্ড দ্বারা প্রেরিত। সারেন্ড ইরানেও একবার একই ধরনের চালাকি করেছিল। | 这则广告是由丹麦团体Surrend出资,该团体先前也曾在伊朗刊登手法类似的广告。 |