# | ben | zhs |
---|
1 | রাশিয়া: দুই কোরিয়ার সংঘর্ষে অনলাইনে প্রতিক্রিয়া | 俄罗斯:对于南北韩冲突的反应 |
2 | কোরিয়ায় উত্তেজনা, ছবি ফ্লিকারের গাওয়াইডিওন-এর | 朝鲜半岛紧张气氛,照片来自Flickr用户gwydionwilliams |
3 | রাশিয়ার উপকূলীয় অঞ্চল প্রিমরস্কিই কারাই সীমান্ত জুড়ে রয়েছে চীন ও উত্তর কোরিয়া এবং সেখানকার লোকজন সম্ভাব্য এক যুদ্ধের আশঙ্কায় রয়েছে। ২৩শে নভেম্বর ইয়োনপিয়ং অঞ্চলে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে গোলাগুলি বিনিময়ের সংবাদ গভীর আগ্রহের সাথে লক্ষ্য করেছে। | 俄罗斯Primorsky Krai地区与中国及朝鲜接壤,11月23日韩国延坪岛遭朝鲜炮击后,南北韩曾交火,俄国民众相当关心,是否可能爆发战事。 |
4 | এ অঞ্চলের সকল সংবাদ উৎস এই ঘটনার উপর নজর রাখে। দক্ষিণ কোরিয়ার প্রতি এ অঞ্চলের সামান্যই সমর্থন রয়েছে [রুশ ভাষায়] এবং এই সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছিল, তারা এর বিশেষ ভাবে সমালোচনা করেছে। | 当地各媒体都在追踪这则消息,但对韩国不太同情,也强烈批评美国在冲突中扮演的角色,有些地方政治人物甚至指称,他们相信是韩国先引发冲突。 |
5 | এমনকি স্থানীয় অনেক রাজনীতিবিদ বলছে, তারা বিশ্বাস করে, দক্ষিণ কোরিয়া এই লড়াইয়ের উত্তেজনা তৈরি করেছিল [রুশ ভাষায়]: প্রিমরস্কিই কারাই এর জনতা এই ঘটনায় যতটা ভয় পাওয়া উচিত ছিল, ততটা ভয় প্রদর্শন করেনি। | 本地民众恐惧程度并不如外界想像严重,不急着取消新年前往韩国的旅游行程,海参崴前往首尔及平壤的直航航班亦未取消。 |
6 | অন্য কথায়, লোকজন দক্ষিণ কোরিয়ায় নববর্ষের ছুটি কাটাতে যাবার [রুশ ভাষায়] জন্য টিকেট কাটার পরিমাণ কমিয়ে দেয়নি এবং ভ্লাদিভস্তক বিমান বন্দর থেকে সিউল ও পিয়ংইয়ং-এ যাবার কোন সরাসরি বিমান বাতিল হয়নি [রুশ ভাষায়]: তবে স্থানীয় সংবাদপত্র ভ্লাদনিউজ সংবাদ প্রকাশ করেছে যে, এই সংঘর্ষের ঘটনার পর উত্তর কোরিয়ার নাগরিকরা দ্রুত প্রিমরস্কিই কারাই ত্যাগ করে [রুশ ভাষায়]। | 不过当地报纸《Vladnews》报导,南北韩交火后,朝鲜民众匆忙离开Primorsky Krai地区,该报指出,这个现象对当地经济相当不利,因为朝鲜劳力向来最为低廉。 |
7 | ভ্লাদনিউজ অনুসারে এর ফলে এখানে এক অর্থনৈতিক বিপর্যয় ঘটার মত পরিস্থিতির সৃষ্টি হয় কারণ এই অঞ্চলে উত্তর কোরিয়ার কর্মীরা সবচেয়ে সস্তায় কাজ করে। | 新闻网站Vl. |
8 | দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর উত্তর কোরিয়া খাদ্যশস্য পাঠানো স্থগিত রেখেছে, স্থানীয় সংবাদ ওয়েবসাইট ভিল. রু-এর এমন এক প্রবন্ধের উপর করা এক মন্তব্যে সামিদিনাহ (самидинах) নামের একজন পাঠক এক ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেছেন: ….. | Ru报导,韩国暂时对朝鲜的粮食援助,读者samidinah (самидинах)留言支持其中一项阴谋论: |
9 | যুক্তরাষ্ট্রের ইশারায় দক্ষিণ কোরিয়া কিম জং ইলকে উত্তেজিত করেছে। …. | …韩国依据美国吩咐去挑衅金正日。 |
10 | রাশিয়া আর এই ঘটনায় হস্তক্ষেপ করছে না. মেদভেপুট…ইতোমধ্যে সকল বিষয়ে একমত হয়েছে [ওবামার সাথে] এবং শীঘ্রই পেনডেয়ার সেনাদলের উত্তরণ আমাদের দ্বারা পরিচালিত হবে। | …俄罗斯不会再介入,总统已事事都同意欧巴马的看法,很快美军也会从我国境内通过。 |
11 | ( তথ্য: “মেদভেপুট” হচ্ছে রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি মেদভেদ এবং প্রাক্তণ রাষ্ট্রপতি পুটিনের প্রথম অংশের যোগফলের মাধ্যমে তৈরি ব্যাঙ্গাত্মক নাম এবং পেনডেয়ার আমেরিকার ব্যাঙ্গাত্মক নাম।”) | Mozg Cheloveka则回应Vl. |
12 | আরেকজন মন্তব্যকারী মজঘ চেলোভেকা (মানবের মস্তিস্ক) এই দ্বন্দ্ব নিয়ে ভিএল. | Ru另一篇有关冲突的报导,担心引发新战争: |
13 | রু-এর আরেকটি প্রবন্ধের প্রতিউত্তর করছে, সেখানে তিনি নতুন এক যুদ্ধের সম্ভাবনার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন [রুশ ভাষায়]: যদি দ্বিতীয় ইরাক যুদ্ধ শুরু হয়-(যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া আক্রমণ করে) তাহলে আমরা সকলেই ঝামেলা পড়ে যাব। | 若伊拉克战争二号(美国入侵朝鲜)发生,我们都完了,战事距离海参崴只有200公里。 |
14 | ভ্লাদিভস্তক থেকে এই যুদ্ধের দুরত্ব হবে ২০০ কিলোমিটার মাত্র। আরেকজন ব্যঙ্গাত্মক ভাবে মন্তব্য করেছে, কি ভাবে সম্ভাব্য যুদ্ধ আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলন-এর উপর প্রভাব ফেলবে, যা ২০১২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। | 另一人则以讽刺口吻,提及战事可能影响于2012年在海参崴举行的亚太经合会高峰会,据报导,这场会议预算是整个Primorsky Krai地区年度预算的四倍、加拿大温哥华奥运预算的五倍,Zhaba表示: |
15 | এপেক সম্মেলনের জন্য যে বাজেট রয়েছে তা পুরো প্রিমরস্কিই কারাই এলাকার বাৎসরিক বাজেটের চারগুণ বড় এবং ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতার যে বাজেটের চেয়ে পাঁচগুণ বেশি। | 各位盗窃亚太经合会高峰会经费的人要注意,要偷就快点,否则这场会议似乎很快就要取消了。 |
16 | জাহবা (ব্যাঙ) বলছে [রুশ ভাষায়]: ওহে তোমরা, যারা অ্যাপেক সম্মেলনের টাকা চুরি করছ, তাড়াতাড়ি কর। | 生活还是得过,当地網絡社群也很快就改变话题,讨论最近冰风暴、高峰会筹备及其他重要议题。 |
17 | মনে হচ্ছে তোমাদের এই সম্মেলন শীঘ্রই বাতিল হয়ে যাবে! | 不过似乎只有少数人相信战争真会开打。 |
18 | জীবন চলতে থাকে এবং প্রিমরস্কিই কারাই-এর ইন্টারনেটের নাগরিকরা মনে হচ্ছে বিষয় পালটে সম্প্রতি যে তুষার ঝড় হয়ে গেছে তার প্রভাব, অ্যাপেক সম্মেলনের প্রস্তুতি এবং অন্য সব বিষয় নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে। | |
19 | মনে হচ্ছে খুব অল্প লোকই সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে বিশ্বাস করে। | 校对:Soup |