# | ben | zhs |
---|
1 | বিশ্ব ব্যান্ক চলচ্চিত্র প্রতিযোগীতা – জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রেক্ষাপট | 世界银行录像竞赛-气候变迁社会面向 |
2 | জলবায়ু পরিবর্তন সমাজে কি প্রভাব ফেলছে এ নিয়ে বিশ্ব ব্যান্ক ২-৫ মিনিটের স্বল্পদৈর্ঘ ডকুমেন্টারীর ভিডিও প্রতিযোগীতার আয়োজন করেছে এবং এর জন্যে বিশ্বব্যাপী জনসাধারণের কাছ থেকে ভিডিও আহ্বান করছে। ভিডিও জমা দেবার শেষ তারিখ ২৪শে অক্টোবর, ২০০৮। | 世界银行录像竞赛已开放报名,参赛作品应为2至5分钟的记录片,反映气候变迁对社会的影响,至2008年10月24日截止收件,主办单位希望开发中国家(尤其是年轻人)参赛者的录像主题能从以下类别择一: |
3 | তারা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে (যুবারা অগ্রগণ্য) অন্তর্ভুক্তি চাইছে যেগুলো নিন্মের যে কোন বিষয়ে হতে পারে: | - 冲突:气候变迁导致资源短缺,也常造成经济与政治动荡,这个现象是否将致使社会动乱与武装冲突? |
4 | - সংঘাত: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক সম্পদের অভাব দেখা দেয় এবং এতে অর্থনৈতিক এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংকট দেখা দেয়। | - 迁徙:气候变迁与人口迁徙是否有关联? |
5 | তাই এটি কিভাবে সামাজিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতে রুপ নেয়? - অভিবাসন: জলবায়ু পরিবর্তন এবং জনগোষ্ঠির অভিবাসনের মধ্যে কোন সম্পর্ক আছে কি? | - 社会政策:政府如何研拟有效的社会政策,以因应气候变迁挑战? |
6 | - সামাজিক নীতি: জলবায়ু পরিবর্তনের হুমকিগুলো ঠেকাতে সরকার কি কার্যকর সামাজিক নীতি গ্রহণ করছে? | - 旱地:社会如何面对气候变迁造成的旱地现象? |
7 | - খরাপীড়িত অঞ্চল: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরাপীড়িত অঞ্চল কি সামাজিক পরিবর্তন আনছে? | - 都市空间:气候变迁应变措施如何考虑到都会区贫民需求? |
8 | - শহুরে অঞ্চল: শহুরে অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার নিমিত্তে নেয়া ব্যবস্থাগুলি কতটুকু গরীবদের কথা চিন্তা করে করা হয়? | - 乡村机构:农业社会的地方机构采取什么方案,以处理与气候变迁及运送相关的风险? |
9 | - গ্রামীন প্রতিষ্ঠানগুলো: কৃষিপ্রধান গ্রামীন সমাজে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ঠেকানোর জন্যে কি পদক্ষেপ নিচ্ছে এবং তারা সমস্যাগুলো সমাধানে আগ্রহী কি না? | - 原住民:原住民如何因应气候变迁冲击? |
10 | - আদিবাসী জনগোষ্ঠি: আদিবাসীরা কি করে জলবায়ুর বিরুপ পরিবর্তনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে অথবা খাপ খাইয়ে নিচ্ছে। | - 性别:气候变迁对男女意涵有何不同? |
11 | - লিঙ্গ: জলবায়ু পরিবর্তন কি পুরুষ কিংবা মহিলা, ছেলে বা মেয়েদের উপর ভিন্নভাবে প্রবাব ফেলছে? | 有哪些范例可参考? |
12 | কোথায় এবং কিভাবে এই ভেদটুকু বোঝা যাচ্ছে? | - 治理:在气候行动中如何促进社会责任? |
13 | - সরকার পরিচালনা: জলবায়ু পরিবর্তন ঠেকাতে সামাজিক জবাবদীহিতা কি করে স্থাপন করা যায়? | - 森林:为减少砍伐森林与开垦排放温室气体,地方社群面对什么危机与机会? |
14 | - বনজঙ্গল: বন উজাড় বা পাহাড় কাটার ফলে সৃষ্ট পরিবেশ কলুষ রোধে স্থানীয় সমাজ কি পদক্ষেপ নিতে পারে বা তাদের কি বাধা রয়েছে? | - 人权:气候变迁对人权有何意涵? |
15 | - মানবাধিকার: জলবায়ু পরিবর্তন মানবাধিকারে কি প্রভাব ফেলে? | 更多比赛相关信息请见此。 |
16 | এই প্রতিযোগীতা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে। | 以下为欢迎报名短片: |
17 | নীচে অন্তুর্ভুক্তির আহ্বান করে একটি ভিডিও দেয়া হলো: | 校对:Portnoy |