Sentence alignment for gv-ben-20071108-388.xml (html) - gv-zhs-20071120-770.xml (html)

#benzhs
1সংযুক্ত আরব আমিরাতঃ এলেক্সের জন্য বিচার阿拉伯联合酋长国:从强暴案伸张正义
2আরব দেশে যেখানে যৌন হয়রানি আর ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়া হয় আর স্থানীয় এবং বিশ্বব্যাপী মিডিয়ার চোখ থেকে লুকানো হয় সেখানে একটি সাম্প্রতিক ঘটনা আন্তর্জাতিক শিরোনাম তৈরি করে ইউএই ব্লগগুলোতে জায়গা করে নিচ্ছে।
3এটি একটি ১৫ বছরের ফরাসি ছেলে এলেক্সান্দ্রে রোবার্ত এর চাঞ্চল্যকর ঘটনা যাকে দুবাইতে অপহরন আর গণধর্ষন করা হয়েছিল। বেশী ভীতিকর হচ্ছে তিনজন সন্দেহভাজন ধর্ষনকারীর মধ্যে একজন ২০০৩ সালে এইচআইভি এইডস ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছিল।好啦 总之 如果找到愿意加入我们的 请叫她来咱们 http://groups.google.com/group/GVO-translators
4ইউএই কমিউনিটি ব্লগ এই ঘটনার অংশ বিশেষ প্রচার করে সমালোচিত হয়েছে পাঠকদের কাছ থেকে: “ বাইরে থেকে দুবাইকে ভালো মনে হয় কিন্তু ভেতরে এখনও এটি মধ্য যুগের অন্ধকারে বসবাস করছে।阿拉伯国家习惯将性侵害或强暴案件隐匿不报,甚至逃过了国内外媒体的窥探,不过最近有件消息登上国际媒体头条,也让相关讨论重现于阿联酋的博客圈。
5পশ্চিমাদের এখান থেকে দূরে থাকা উচিত যতক্ষন না এরা এদের বিচার ব্যবস্থা আধুনিক করে। বেচারা ছেলেটাকে অমানুষিক ব্যবহার সহ্য করতে হয়েছে আর ডাক্তারও জংলীর মতো আচরন করেছে।这起事件的受害人是名15岁法国男孩Alexandre Robert,在迪拜遭到绑架与轮暴,更令人关心的是,三名嫌犯之中,其中一人在2003年便检验出HIV阳性反应。
6বেশীরভাগ মানুষ যা জানে না তা হলো যে ওই অন্ধকার সময়ের মুসলিমদের কাছে কাফের মহিলাদের মতো সহজ খেলার সামগ্রী ছিল,” জানিয়েছেন ক্রিমিনালস ইন দুবাই নামের পাঠক।
7আর একজন পাঠক যিনি পরিচয় গোপন করে মন্তব্য দিয়েছেন তিনি জানিয়েছেন এই অপরাধের বিচার পাওয়া যাবে না:阿联酋社群博客提供报导连结与节录,报导内容引来读者阵阵抨击。
8“যদি বিচার বলে কোন জিনিষ থাকতো তাহলে মদ্যপ আর মাদক ব্যবসায়ীদের সবার আগে বিচার হতো কারন তারা রাস্তা আর নাইট ক্লাবে অনেক বেশি ঝামেলা করে। ইন্ডিয়ান/এশিয়ানরা এদের প্রথম লক্ষ্য আর তার পরে পূর্ব ইউরোপিয়ান/আফ্রিকান আর তার পরে অন্যরা (সাদা/স্থানীয়)।署名“迪拜罪犯”的读者表示:“迪拜真是金玉其外、败絮其中,在该国司法体系跟上时代脚步之前,西方人还是别去比较好,这名可怜男孩不仅遭到暴行,连医师行为也像个野蛮人,多数人都不知道,在那些停留在中世纪黑暗时代的穆斯林心中,异教徒和女性都是可以随意糟蹋的对象。”
9অন্য কেসের মতো এই কেসও খারিজ হয়ে যাবে, কেনইবা এই কথা লেখা যখন আমরা জানি যে কিছুই হবে না।” আর একজন অজ্ঞাত পাঠক দুবাইয়ের জন্য একটা জেগে ওঠার সংকেত পাঠিয়েছেনঃ另一位挂名“匿名者”的读者则认为,这起案件根本不会获得正义:
10“জেগে ওঠো দুবাই, যদি ইউএই সব কিছুর উপরে বা সব কিছুতে ভালো হতে চায় তাহলে মূল জিনিষ দিয়ে শুরু করা উচিত (শিক্ষা, স্বাস্থ্য, বিচার) … তারপরে তাদের সব থেকে উচু টাওয়ার আর সব থেকে বড় শপিং মল তৈরির চিন্তা করা উচিত।”
11অন্যদিকে বাহারাইনি ব্লগার আম্মারো বলেছেন যে এই ঘটনাকে দুবাইএর ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যবহার করা উচিত না। “যদিও এটি একটি ভয়ঙ্কর কাজ, কিন্তু এই ঘটনা দিয়ে একচেটিয়াভাবে দুবাইকে বর্ণনা করা উচিত হবেনা, কারন ওদের স্থানীয় সংস্কৃতি খুবই সম্মানজনক আর ভালো।如果有所谓的正义,最先遭处决者应是酗酒者与毒贩,因为他们在街上与夜店惹出的麻烦更多,司法该先解决印度人/亚洲人,然后是东欧人/非洲人,之后再处理白人与本地人等其他垃圾。
12কিন্তু এই ঘটনায় আমিসহ অনেকেই ক্রোধান্বিত আর এই অপরাধীদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়া উচিত। এটা ভুলে গেলে চলবে না যে ইউএই কে এখনো পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা মনে করা হয়,” তিনি জানালেন।本案就和其他事件一样,最终都会不了了之,既然大家都知道不可能有结果,又何必费时写这篇报导呢。
13রশ একই কথা বলছেনঃ “খুবই দুর্ভাগ্যজনক যে এমনটি ঘটেছে।另一位未署名的读者则要迪拜醒醒:
14দয়া করে দুবাই বা ইউএইকে তিনটি বিকৃত লোকের আচরন দিয়ে বিচার করবেন না।迪拜快醒醒!
15সব বাদ দিলেও এটি পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা- আর মানুষ মানবাধিকার নিয়ে যাই বলুক না কেন- নিরাপত্তা তার মধ্যে সব থেকে বড়। এই নিরাপত্তা অবশ্য নিখুঁত না কিন্তু অনেক জায়গার থেকে ভালো।如果阿联酋希望事事夺冠,就该从最基本的教育、卫生、司法等做起,然后才花时间盖全球最高大楼和最大购物商场。
16দুবাইয়ের এখনও অনেক দূর যেতে হবে সবার জন্য সমতা, সচ্ছতা আর বিচার নিশ্চিত করতে হলে (যেটা আমি বিশ্বাস করি কোন দেশেই সম্পূর্ণ ভাবে নেই)।
17আমি প্রার্থনা করি ওই ১৫ বছরের ছেলেটার যাতে এইডস না হয়।不过来自巴林的博客Ammaro认为,不该拿此案来丑化迪拜的名声:
18তার জন্য প্রার্থনা করেন আর আইনকে নিজস্ব গতিতে চলতে দেন।” এলেক্সান্দ্রের মা ভেরোনিকা তার ছেলের সংগ্রামকে অনলাইনে এনেছেন এবং ইংরেজি আর ফরাসি ভাষায় একটি সাইট চালু করেছেন এজন্য।虽然此事确实骇人听闻,但不该以偏概全,将此事当做对迪拜的刻板印象,因为当地文化仍相当温和有礼,们对这件事非常愤怒,绝对该惩处罪犯,别忘了阿联酋在全球治安排名仍名列前茅。
19এই সাইটের পরিচিতিতে ভেরোনিকা রোবার্ত লিখেছেনঃSevenSummits亦持相同看法:
20“আমি এই ওয়েবসাইট সেই সব বাচ্চাদের উদ্দেশ্যে নিবেদন করছি যাদের প্রতি আঘাত কখনো স্বীকৃতি পায়নি, তাদের কথা কখনো শোনা হয়নি আর তাদের ব্যক্তিগত কষ্টগুলো কখনো জানা হয়নি। আমি এই ওয়েবসাইট সব মাদের উদ্দেশ্যে নিবেদন করছি যার মধ্যে আমার ছেলের উপর যারা হামলা করছে তাদের মাও আছে।此事发生令人遗憾,但请别因三名性变态而误会迪拜或阿联酋,这里仍是非常安全的地方,无论人们对当地人权有何批评,安 全依然是最重要的价值,当然这个国家并不完美,但肯定比许多地方更好,不过全民平等、透明与正义也还有很大的努力空间,我个人认为至今没有国家真正体现这 些价值。
21(এছাড়াও) সব পাকিস্তানি, ফিলিপিনো আর ভারতীয় মাদের যাদেরকে দুবাই থেকে তাদের মানষিক, শারীরিক আর হৃদয়ে আঘাত নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে।我祈祷这名15岁男孩没有罹患HIV,请为他一同祈祷,并让司法行使其应有职责。
22এই উদ্দেশ্যে একত্রিত সব মাদের জন্য এই ওয়েবসাইট উন্মুক্ত।受害男孩的母亲Veronique Robert也藉助互联网力量,成立英文与法文网站关注本案。
23অশ্রুর কোন পরিচয় বা ধর্ম নেই।她在网站简介中写道:
24আমাদের একত্র হতে হবে যাতে যখন অশ্রু বইবে তখন তা একা একা বইবে না বরং সমগ্র দুনিয়ার সামনে যেখানে তা মোছার জন্য অনেক হাত থাকবে।”谨将本网站献给世界上伤痕无人发现的孩子、无法对外发声的孩子、苦痛无处可诉的孩子。
25জনাবা রোবার্ত দুবাই কতৃপক্ষকে অনুরোধ করেছেন যেন তারা নিম্নের পদক্ষেপগুলো নেন যাতে একই পরিস্থিতে পড়া বাচ্চাদের বাচানো যায়ঃ谨以本网站献给世界上所有母亲,也包括侵犯我儿凶手的母亲。
26“আমরা দুবাইয়ের কতৃপক্ষকে অনুরোধ করছিঃ × পুলিশ বাহিনীর স্থাপনার মধ্যে কম বয়সী ধর্ষনের শিকারদের (তা ছেলে হোক বা মেয়ে) জন্য আলাদা একটা অভ্যর্থনা ব্যবস্থা রাখা献给所有遭迪拜驱离出境的巴基斯坦、印度与菲律宾母亲,她们带着幼子,无论身心灵都受到伤害。
27× তারা যে শিকার সেটি স্বীকার করা这个网站欢迎世界上所有一同奋战的母亲。
28× ধর্ষনের পর পর সব ধরনের সাবধানতা অবলম্বন করা - সব ধরনের ছোঁয়াছে আর যৌন সংসর্গে সংক্রামিত অসুখের বিরুদ্ধে (এইডস, হেপাটাইটিস, এমএসটি) ট্রাইথেরাপির মতো ব্যবস্থা থাকা泪水无关身分或宗教,我们必须团结,等到眼泪流下时,我们才不会孤单,在全世界的注目下,我们携手一同抹去眼泪。
29× ধর্ষনের শিকারদের মানসিক সাহায্য প্রদান যতোদিন প্রয়োজন।”她也呼吁迪拜政府立即实施以下政策,以保护未来面对相同处境的孩童:
30এটি না হলে তিনি পাঠকদের দুবাই বয়কট করার আহবান করেছেন।我们在此要求迪拜政府:
31“প্রচন্ড বড়লোকের দেশ দুবাইতে যতক্ষন না এই সব প্রাথমিক বিষয়ে আইন করা হচ্ছে আমরা আপনাদের অনুরোধ করবো বয়কট দুবাই (www.boycottdubai.com) নামক এইসব শিকারদের সমর্থন করা দলের সাথে থাকতে।若迪拜政府无动于衷,她主张读者抵制迪拜:
32আপনার দৃঢ়তা আর সমর্থনের ফলে ধর্ষনের শিকার এই সব বাচ্চারা আবার একটা স্বাভাবিক জীবন যাপন করতে শিখবে নিজেদেরকে আবার মানসিক আর শারীরিকভাবে গড়ে তুলে। আবার হয়তো তারা হাসতে শিখবে।”除非极为富有的迪拜邦正式立法,我们建议各位加入www.boycottdubai.com的支持团体,有了各位的决心与支持,强暴案之下的受害孩童应能重新学习过平常日子,并疗愈他们的身心,再次微笑面对人生。
33বলেছেন জনাবা রোবার্ত। এই সাইটের সাপোর্ট পেজে সমর্থন জানিয়ে এই পর্যন্ত ৪৩০০টির বেশী মন্তব্য জমা পড়েছে।该网站的支持页面目前已收到逾4300份回应。
34দুবাই এর একটি কোর্টে এই মামলার শুনানি হচ্ছে, যেখানে আজকে এলেক্সান্দ্রে সাক্ষ্য দিয়েছে। - আমিরা আল হুসাইনি本案目前在正在迪拜法院审理中,受害男孩稍早已出庭作证。