# | ben | zhs |
---|
1 | জাপান: ব্লগারদের আলোচনায় খাদ্য সংকটের মহোৎসব, স্কাইপের মাধ্যমে জিএইট? | 日本:对G8高峰会的不满与建议 |
2 | তিনদিন ব্যাপী মিটিংয়ের পরে হোক্কাইডোর টোয়াকোতে অনুষ্ঠিত জি এইট সামিট (লিন্ক জাপানী ভাষায়) শেষ হয়েছে জুনের ৯ তারিখে, কিছু জাপানী ব্লগারদের জন্যে তিক্ততা রেখে। এই অনুষ্ঠানটি বিতর্কিত ছিল কারন এটি আয়েজন করতে ও এর জন্যে সতর্কতামূলক ব্যবস্থা করতে যা খরচ হয়েছে তা দিয়ে লক্ষ লক্ষ এইচআইভি রোগীদের চিকিৎসা করা যায়। | 经过三天会议,八大工业国日本北海道洞爷湖高峰会[日文]于6月9日闭幕,但有些日本博客显然不满意,活动期间与安全措施总花费庞大,足以治疗数百万艾滋病患,以及全球数千位农民及各种运动人士到场抗议,让这场会议争议频传。 |
3 | এ ছাড়াও এর বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে হাজারো কৃষক ও প্রতিবাদকারী আন্দোলন করেছে। | (图说)位于北海道新千岁机场的高峰会海报,由Flickr用户mujitra拍摄 |
4 | জি এইট সামিটের জন্যে তৈরি - নতুন চিতোসে এয়ারপোর্ট (ফ্লিকার ব্যবহারকারী মুজিত্রা‘র সৌজন্যে) অনেক ব্লগারএই অনুষ্ঠানের অত্যাধিক খরচের কথা বলেছেন এবং দেখিয়েছেন এটি কতটা পরিবেশ বিদ্বেষী। | 许多人质疑筹办成本过高,许多措施亦不环保,不过博客gooorii认为高峰会仍有正面成果[日文]: |
5 | ব্লগার গুরজি, অন্য দিকে জি এইট সামিট এর কিছূ ফলাফল ধণাত্মক হয়েছে এটি দেখাচ্ছেন: আলোচ্য এতসব বিষয়ের মধ্যে রাষ্ট্রনেতারা আলোচনা করবেন কিছু হয়ত, কিন্তু আমার মনে হয় না তারা কোন ঐকমতে পৌঁছাতে পারবেন এত তাড়াতাড়ি। | 该讨论的议题堆积如山,各国领袖纵然有触及,恐怕也无法轻易做出结论,就国际层面而言,无论是在领袖声明中纳入「人质/绑架议题」,或许在共同宣言内谴责津巴布韦总统选举违法,共同向该国施压,我认为这都是好事。 |
6 | আন্তর্জাতিক দৃষ্টিকোন থেকে ন্যায্যভাবে দেখলে নেতাদের বিবৃতিতে “অপহরণ বিষয়”টি অন্তর্ভূক্ত করা এবং সমন্নিত বিবৃতিতে জিম্বাবুয়ের বেআইনি রাষ্ট্রপতি নির্বাচনের নিন্দা করা, সংস্লিষ্ট দেশগুলোর উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত, ইত্যাদি সবই আমার মনে হয় ভালো হয়েছে। | |
7 | জি৮ এর দ্বিতীয় দিনে গ্রীন হাউস গ্যাসের ব্যাপারটি আলোচিত হয়েছে যা এবারে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ছিল। জনাব ফুকুদা আশা করছিলেন যে ২০৫০ সালের মধ্যে তা ৫০% কমিয়ে আনার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করবেন সবাই, কিন্তু আমেরিকা বলেছে “সবচেয়ে বেশী কার্বন-ডাই অক্সাইড নির্গমন করে যে দেশগুলো(চীন, ভারত, ব্রাজিল প্রভৃতি) তাদের সাথে কথা বলা ছাড়া এ নিয়ে আলোচনা বাহুল্য মাত্র”। | 此次相当重要的温室气体议题,也在高峰会第二天进行讨论,日本首相福田康夫(Yasuo Fukuda)希望设定长程目标,在2050年将排放量减半,不过美国认为「若未将二氧化碳主要排放国(中国、印度、巴西等)纳入讨论便没有意义」,显然福田的提议无法获美国赞同。 […] |
8 | এবং দৃশ্যত:ই তিনি আমেরিকা থেকে এ ব্যাপারে সম্মতি পান নি যা আমি মনে করি বেশ স্পষ্ট দৃশ্যমান। […] কিন্তু যাই হোক কার্বন ডাই অক্সাইড গ্যাস কমানোর ব্যাপারটি প্রতিটি দেশের জন্যেই সমান ভাবে প্রয়োজন। | 无论如何,各国都需要减少温室气体排放量,第三天各主要二氧化碳排放国一同坐上讨论桌,将成为新一轮讨论的起点。 |
9 | তাই আমি মনে করি তৃতীয় দিনে সবচেয়ে বেশী কার্বনডাই অক্সাইড গ্যাস উৎপাদনকারী দেশগুলোর সাথে বৈঠকে আবার প্রথম থেকেই সব শুরু করতে হবে। | (图说)乐施会在场外行动剧使用的八国大头,图片来源:乐施会Flickr账户 |
10 | অক্সফাম জিএইট বড় নেতাদের বড় মাথা “বিগ লেটার্স পার্ফরমেন্সে” (অক্সফামের ফ্লিকার পাতা হতে)। | jg96aqkg则提到高峰会领袖晚宴多么讽刺[日文]: |
11 | ব্লগার জেজি৯৬একিউকেজি এর মধ্যে জিএইট ডিনারের গোমর ফাঁস করেছেন: দৃশ্যত: পরিবেশ সংক্রান্ত সংকট, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে ব্যবস্থা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি , খাদ্য সংকট এবং নর্থ কোরিয়া পারমানবিক সমস্যা এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। | 他们讨论议题包括环境问题、对抗全球暖化、油价高涨、粮食危机、北韩核武等,但身为一般民众,我真不懂这样有何效率。 |
12 | কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কোনই ধারণা নেই এটি আদতে কি পরিমান কার্যকরী হবে। | 部分媒体批评会场食物堆得像座小山,场内却在讨论粮食危机,这些人怎么会了解饥民的感受。 |
13 | কতিপয় প্রচার মাধ্যম সমালোচনা করেছে [সামিট মিটিং] এবং প্রশ্ন তুলেছে তারা [জিএইট দেশগুলো] কি যে সব লোক না খেয়ে আছে তাদের কষ্ট কখনো বুঝতে পারে কি না কারন খাদ্য সন্কট নিয়ে আলোচনা করার সময় কন্ফারেন্সের টেবিলে খাদ্যের ছড়াছড়ি ছিল। | |
14 | তারা তাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছে তাই আমার বিবেচ্য বিষয় না কি ধরনের দামী খাবার তারা খাচ্ছেন, কিন্তু আমি আশা করি তারা পৃথিবীর প্রতিটি মানুষের দু:খ কষ্টের দিকেও খেয়াল রাখবেন। | |
15 | জিওইট শান্তি মিছিলের মুখোমুখি (ফ্লিকার ব্যবহারকারী এসকেওসুগার সৌজন্যে) ব্লগার এমকেজেটু ও জিএইট এর রাজকীয় খাবারদাবার বিষয়ে লিখেছেন: | 他们各自代表国家与会,所以我不在意他们的食物有豪华,但我希望他们能尊重世上每个生命的尊严。 |
16 | নেতাদের রাতের খাবার কি দেয়া হবে এই সংবাদটি। খাবার টেবিলে থাকবে প্রচুর পরিমানে স্থানীয়ভাবে প্রস্তুত খাবার যেমন কাঁকড়ার মাংস ও এসপারাগাস। | (图说)八大工业国高峰会和平游行挑战,图片来源:Flickr用户skasuga |
17 | আমি কিন্তু খাবার নিয়ে সমালোচনা করছি না। খাবারের জন্যে নিরাপত্তা থেকে শুরু করে আরও বহুভাবে করদাতাদের বিপূল পরিমানে অর্থ ব্যয় হয়েছে। | mkj2也提及[日文]高峰会晚宴内容: |
18 | এটুকু মেনে নেয়া যায়। কারন সারা বিশ্ব থেকে নেতারা একসাথে হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন। | 提到各国领袖将品尝的晚宴菜色,会有许多当地特产,如螃蟹、芦笋等。[ …] |
19 | কিন্তু, খোদার ওয়াস্তে দয়া করে, এত টাকা পয়সা আর শ্রম এর পেছনে ব্যয় করে যদি তেলের মূল্য এবং খাবারের মূল্য না কমে তাহলে তারা কি করে দায়িত্ব নেবে [এ সকলের]? | 我不是真的要批评食物,不过从食物到安全,都花费大笔纳税钱,这我没有意见,因为领袖远从各国前来讨论多项议题。 |
20 | উইন্ডসর হোটেল থেকে টোয়াকোর (যেখানে জিএইট সামিট অনুষ্ঠিত হয়েছে) দৃশ্য - ফ্লিকার ব্যাবহারকারী ভেরোইয়ামার সৌজন্যে। | 但天啊,如果我们花了这么金钱和心力,汽油和粮食价格还是不降,这些领袖要如何承担责任? |
21 | সবশেষে, ব্লগার ফুকপাকসুয়েন একটি ভাল প্রস্তাব দিয়েছেন: বিশ হাজার পুলিশ অফিসারকে শিকোকু এবং কিউশু থেকে আনা হয়েছিল.. | (图说)从高峰会举办旅馆所见的洞爷湖,图片来源:Flickr用户veroyama |
22 | যেখানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মূল আলোচ্য বিষয়. | fookpaktsuen有个新提议[日文]: |
23 | এবং সত্যটি হচ্ছে যে এই সামিট অনুষ্ঠানপর্ব পরিবেশ বান্ধব নয়। তারা কি জাতিসঙ্ঘের কার্যাবলীর সাথে এটিকে একীভূত করতে পারে না? | 日本政府从四国和九州岛地区动员超过两万警力,会中主要焦点是全球暖化,但举办这项会议却不环保,他们不能合并至联合国活动中吗? |
24 | যদি সন্ত্রাসবাদীদের আক্রমণ একটি হুমকিস্বরুপ থেকে থাকে তাহলে সব নেতাদের একসাথে হওয়ার চেয়ে স্কাইপের মাধ্যমে মিটিং সেরে নিলেই বরঞ্চ ভালো। | 若他们认为恐怖攻击是项威胁,那么与其让各国领袖齐聚,干脆透过Skype开会好了,连在距离场址遥远乡村所办的示威活动,警力人数也远超过反高峰会的120名抗议群众,实在诡异。 |
25 | সামিটের স্থান থেকে বহু দুরে গ্রমা এলাকায় ১২০ জন প্রতিবাদ কারীদের ঠেকাতে কয়েকগুণ পুলিশ সেখানে ছিল। | (想看更多关于高峰会抗议照片,请见Flickr用户Powless的相簿。) |
26 | এটি বোকামী। জিএইট সামিটের আরও ছবির জন্যে ফ্লিকার ব্যবহারকারী প'লেসের একাউন্ট দেখূন। | 校对:abstract |