Sentence alignment for gv-ben-20091109-7436.xml (html) - gv-zhs-20091110-4148.xml (html)

#benzhs
1মিশর: এক পুরুষ ব্লগার নকল সতীচ্ছদ কিনেছেন埃及:男性博客选购人工处女膜
2রেডিও নেদারল্যান্ডস যখন নকল সতীচ্ছদ কীটের উপর একটি রিপোর্টের আরবী ভাষান্তর প্রচার করেছিল, যখন ইউম৭ সংবাদপত্র ঘোষণা করেছিল যে এই পণ্য মিশরের বাজারে এলে ৮৩ মিশরীয় পাউন্ড মূল্যে পাওয়া যাবে, যখন মিশরের রক্ষণশীল সাংসদরা এই পণ্য নিষিদ্ধ করতে চেয়েছিলেন আর যে কোন রপ্তানীকারককে বের করে দেয়া বা মাথা কেটে ফেলার আদেশ দিতে চেয়েছিলেন, এবং যখন এটি মিশরের ব্লগ জগৎে বিশাল বিতর্কের সৃষ্টি করেছিল, তখন মোহাম্মাদ আল রাহহালকে এই জিনিষ একটা কিনতেই হল।因为听说Radio Netherlands电台报导「人工处女膜组」,因为自《Youm7》报纸得知这项产品将在埃及上市,因为耳闻保守派国会议员希望禁止这项产品,或将任何出口商驱逐出境或斩首,因为看见埃及博客圈如此愤怒,Mohamed Al Rahhal就觉得一定得买一份来看看。
3তিনি যখন পোস্ট অফিস থেকে তার প্যাকেট তুলতে গেলেন:他前往邮局领取包裹时:
4বেশ কয়েকজন বিভ্রান্ত কাস্টমস আর ডাক কর্মী এটি খুলেছিলেন, যারা কিছু না বুঝতে পেরে পণ্যটির বিবরণ লিখেছিলেন “অজানা লাল তরল আছে' - আর আমার বর্ণনার অপেক্ষায় ছিলেন।包裹已遭困惑的海关及邮局人员拆开数次,最后描述产品为「内含不明红色液体」,等待我前去说明。
5তিনি তাদেরকে বলেছিলেন ‘এটা চলচ্চিত্রের অঙ্গ সজ্জা' আর তারপর এটাকে বাড়িতে নিয়ে যেতে পেরেছিলেন:他向邮局说明那是「电影特殊化妆用品」,才把包裹拿回家:
6‘সতীচ্ছদ' টা এমন: একটা ৫ X ৭ সেমি ভাঁজ করা প্লাস্টিক- আসলে এল্বুমিনের, এর সাথে থাকা বর্ণনা আমাকে সাথে সাথে ঠিক করিয়ে দিল- এক দিকে গাঢ় লাল কালি দিয়ে ভর্তি। যৌন সংসর্গের আগে যোনি পথে স্থাপন করলে, প্লাস্টিকটি অল্প শক্ত হয়ে যায়, আর যৌন মিলনের সময় ছিঁড়ে যায়।这就是所谓的「处女膜」,一张5公分乘7公分的塑胶片(产品包装强调为蛋白素),其中一面染上深红色墨水,只要在发生性行为之前置入阴道,蛋白素就会稍微硬化,并在性交时破裂,让几滴「鲜血」染上床单,让女性、家族及社会「荣誉」都能维系。
7কয়েক ‘ফোঁটা' রক্ত চাদরে পড়বে, যার ফলে ওই নারী, তার পরিবার বা সমাজের ‘সম্মান' রক্ষিত হবে। এটাতে আসলে কাজ হয় কিনা আমি জানি না।我不清楚这项产品是否确实有效,不过产品上毫无任何医疗资讯,网络上亦有人指控产品会造成感染,因此我不愿拿给志愿者试用。
8এই পণ্য সম্পর্কে ডাক্তারি মতের অনুপস্থিতি, আর অনলাইনে এমন দোষারোপ যে এর ফলে সংক্রমণ হতে পারে, এমন পরিস্থিতিতে আমি কোন স্বেচ্ছাসেবককে এটা পরীক্ষার জন্য দিতে পারি নি। মিশরীয়রা এভাবে নকল সতীচ্ছদ নিয়ে চিন্তিত হয়ে পরেছে এটা মোনা এল তাহাউই পছন্দ করেননি।Mona El Tahawy不满意埃及民众对假处女膜的反应,认为今日埃及面临种种问题,包括生活消费成本大增、总统已在位28年、总统之子可能继任总统等,为何如此在意处女膜是真或假?
9দেশটি আজকাল যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে- জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, একজন প্রেসিডেন্ট ২৮ বছর ধরে ক্ষমতায় আছেন যার ছেলে মনে হচ্ছে তার পরে ক্ষমতায় আসবেন, ইত্যাদি- সেসব বাদ দিয়ে কেন সতীচ্ছদ নিয়ে এত কথা, আসল বা নকল?
10আপনাদের স্বাগতম ছলনা আর অস্বীকারের সাথে যা এক সাথে ধাক্কা দেয় নারী আর তাদের পবিত্রতা নিয়ে রক্ষণশীল ধর্মীয় চিন্তার কেন্দ্রে।宗教保守派人士看待女性与贞操时,心中总怀有这些虚假及伪善情绪,在埃及,这种保守态度无论是穆斯林或基督徒皆然。
11আর মিশরের ক্ষেত্রে, এই রক্ষণশীলতা মুসলিম আর খ্রীষ্টানদের ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য। একজন মুসলমান হিসেবে, আমি জানি কোরান শিক্ষা দেয় পুরুষ আর নারীর পবিত্রতার ব্যাপারে, কিন্তু রক্ষণশীলদের কেবল নারীদের নিয়ে মত্ত থাকার মানে হল কেবলমাত্র বিয়ের আগে যৌন সংসর্গের নিষেধাজ্ঞা মানতে হবে।身为穆斯林,笔者明白《古兰经》要求男女在婚前均应守身,但保守派人士却只专注于女性,只禁止女性不得在婚前发生性行为,这种对处女身分的偏执态度不仅肤浅,更可能致命。
12কুমারীত্ব নিয়ে এই ধরনের অতিরঞ্জন খেলো একটা বিষয় যা মারাত্মক প্রভাব ফেলে।Mohamed El Rahhal强烈谴责:
13মোহাম্মেদ এল রাহহাল ঘোরতর ভাবে এটার নিন্দা জানিয়েছেন: যে ছলনা আমাদের সমাজের ৫০% মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে বাকি অর্ধেককে মুক্ত ছেড়ে দিয়ে।这种虚伪立场让社会歧视半数人口,却放纵另一半,我反对人们强迫女性从事可能危及健康的行为,也反对社会不断延续此种性别歧视。
14নারীদের এত দূর পর্যন্ত চাপ প্রয়োগের বিরুদ্ধে আমি, এতে তাদের স্বাস্থ্য বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে নারী পুরুষ সম্পর্ক নিয়ে আমাদের আইনসঙ্গত জাতীয় অধিকার অর্জন বিলম্বিত হবে।用身体构造彰显道德是最糟的情况,若我们得让一小块塑胶片来定义道德,人性就已经失败了,也该另觅其他定义方式。
15শরীর দ্বারা নৈতিকতাকে ব্যাখ্যা করা সব চেয়ে খারাপ।校对:Soup
16আর যদি ছোট এক টুকরো প্লাস্টিক দ্বারা নৈতিকতা প্রমাণের অপেক্ষায় আমরা থাকি, তাহলে এরই মধ্যে আমরা হেরে গেছি- আরো ভালো কোন ব্যাখ্যা পাওয়া দরকার আমাদের।