Sentence alignment for gv-ben-20100205-9176.xml (html) - gv-zhs-20100131-4589.xml (html)

#benzhs
1হাইতিতে গ্লোবাল ভয়েসেস: আমাদের দল ভূমিকম্প এলাকায় পৌঁছেছে全球之声在海地:前进当地
2১২ জানুয়ারিতে যে ভূমিকম্প হাইতিতে আঘাত হানে তা দক্ষিণ হাইতিকে ধ্বংসস্তূপে পরিণত করে। গ্লোবাল ভয়েসেসের সম্পাদক ও লেখকের একটা ছোট্ট দল সেখানে গিয়ে উদ্ধারকার্য, ত্রাণ এবং পুনর্বাসন প্রচেষ্টার বিস্তারিত সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছে।海地南部于1月12日发生强震后,全球之声组织编辑及作者小组,提供有关搜救、援助与重建工作详细报导, 其中一项挑战在于海地公民媒体规模相对较小,目前鲜少有海地人使用网络工具公开传递消息或表达己见,过去两星期以来,全球之声相当倚赖少数Twitter 用户及博客有幸获得电力及网络连线,能不断在社会媒体上发布内容,我们亦收集现场外国援助人员及非政府组织的Twitter讯息或博客文章为补充资 料。
3আমাদের অন্যতম যে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে তা হল হইতিতে খুব স্বল্প পরিসরে নাগরিক প্রচার মাধ্যমের (সিটিজেন মিডিয়ার) উপস্থিতি। হাইতিতে বর্তমানে বেশ অল্পসংখ্যক নাগরিক সংবাদ প্রচার বা মতামত প্রদানের জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করে থাকে।全球之声相信,我们迫切需要突显海地民众对救援及重建工作的观点,其中一项关键方法在于提高海地当地公民媒体活动量,以增加更多新闻及评论内容,从而或许有助影响未来几个月的社会意识、兴趣、对话与决策。
4গত দুই সপ্তাহে গ্লোবাল ভয়েসেস প্রচণ্ড ভাবে চেষ্টা করেছে যাতে সামাজিক প্রচার মাধ্যম (সোশাল মিডিয়া) ব্যবহারকারী কিছু নিয়মিত ব্লগার এবং টুইটারকারীর কাছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ঠিকমতো থাকে।
5আমরা এই সংবাদ সেখানে অবস্থান করা বিদেশ সাহায্যকর্মী এবং এনজিও কর্মীদের বিভিন্ন ব্লগ ও টুইটাররের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করেছি। আমরা গ্লোবাল ভয়েসেসের বাসিন্দারা বিশ্বাস করি হাইতিবাসীদের ত্রাণ ও পুনর্নির্মাণের দৃষ্টিভঙ্গিকে বিবর্ধিত করা প্রয়োজন।为此,全球之声派遣两人前往海地首都太子港(Port-au-Prince),协助支援公民媒体报导,全球之声总监Georgia Popplewell与前法文版编辑Alice Backer过去六天待在当地,评估现场状况、联络使用公民媒体工具的海地民众、寻找其他有潜力参与者、透过正确资源促进网络对话。
6এটি বাড়ানোর অন্যতম এক গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেখানে স্থানীয়ভাবে নাগরিক প্রচার মাধ্যমের কার্যক্রমকে বাড়ানো। এর ফলে আরো বেশি সংবাদ এবং মন্তব্য তৈরি করা সম্ভব হবে, যার মধ্যে দিয়ে সামনের মাসগুলোতে কার্যকর সচেতনতা, কৌতূহল, কথোপকথন এবং সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।两人都固定透过个人博客及Twitter发送消息,Georgia的内容都在Caribbean Free Radio及@georgiap,Alice则运用Kiskeácity及@kiskeacity;前者亦在Flickr网站上张贴照片,全球之声也将运用两人的第一手报导,补充网站报导网络对话的内容。
7এ কারণে, নাগরিক প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশে সাহায্য করার জন্য হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে গ্লোবাল ভয়েসেস দুই ব্যক্তির একটি দল পাঠিয়েছে।
8এর একজন হচ্ছেন গ্লোবাল ভয়েসেস-এর ম্যানেজিং ডিরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক জর্জিয়া পপলওয়েল, অপরজন হচ্ছেন ফরাসীভাষী পাতা বা ফ্রাঙ্কোফনির সম্পাদিকা এলিস বেকার।
9উভয়ে তাদের ব্যক্তিগত ব্লগ ও টুইটার একাউন্টের মাধ্যমে নিয়মিত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছেন: জর্জিয়া, ক্যারিবিয়ান ফ্রি রেডিও ও @জর্জিয়াপ-এ, এবং এলিস, কিসকেয়াসিটি ও @কিসকেয়াসিটিতে।
10এছাড়াও জর্জিয়া তার ফ্লিকার পাতায় ছবি পোস্ট করে যাচ্ছেন এবং গ্লোবাল ভয়েসেসের সংবাদ প্রদানের মাধ্যমে অনলাইনে চলমান কথোপকথনের ক্ষেত্রে আমরা তাদের নিজেদের পাঠানো তথ্য ব্যবহার করব।
11হাইতিতে যাবার কিছুদিন আগে তার ব্লগে লেখার সময় জর্জিয়া ব্যাখ্যা করেন:Georgia前往海地之前几天时写道:
12আমি সন্দেহ করছি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- এবং ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় যে ভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে- তাতে হাইতির ভূমিকম্প প্রধান প্রধান প্রচার মাধ্যমের পাতা থেকে সহজেই হারিয়ে যাবে না, যে ভাবে অন্য কাহিনীগুলো হারিয়ে গেছে।
13তবে এখানে ভিন্ন ধরনের এক সংবাদ প্রতিবেদন প্রকাশ করার মত ঘটনা ঘটবে এবং একজনও প্রয়োজনীয় স্থানীয় ঘটনাগুলোর কথা উল্লেখ করবে না। আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে স্থানীয় কণ্ঠস্বরকে গুরুত্ব প্রদান করা।我想因为灾害如此惨重,美国又大量投入救援及重建工作,海地震灾消息应该不同于其他事件,不会那么快消失于主流媒体报导中,但报导内容将会不同,并不一定会突显当地故事。
14এই ভূমিকম্পে যে সমস্ত সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বরের মিশ্রণ এবং কথা বলার সুযোগ প্রদান বাড়ানের লক্ষ্য তা করা হবে, যাতে ভূমিকম্পে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বক্তব্য শোনা যায় এবং যারা পুনর্বাসন কর্মকাণ্ডের সাথে জড়িত ও সেই পরিস্থিতির উপর সংবাদ পাঠাচ্ছে তাদের কথা উপলব্ধি করা যায়- এই কর্মকাণ্ডে এমন একটি দল কাজ করে যাচ্ছে যারা, মধ্য হাইতির বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রচার মাধ্যমের কিছু ব্যক্তি এবং একই সাথে এর সাথে আন্তর্জাতিক সংস্থার লোকজন অন্তর্ভুক্ত রয়েছে।
15আমরা আশা করি না যে কাজটি সহজ হবে।
16হাইতি একটি জটিল এলাকা এবং এই ভূমিকম্পে দেশটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লোবাল ভয়েসেস হাইতিতে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে তা আমাদের সাধারণ সমর্থকদের দানের অর্থ ও ইন্টারনিউজের প্রদান করা মানবিক তথ্য মঞ্জুরীর মাধ্যমে করা হচ্ছে।因此我们另一项重点目标,在于强调当地声音在其中的重要性,让投入及报导重建工作者(海地国内外机构与媒体),能听到更多来自灾民的心声,这项工作想必不容易,海地情势如此复杂,震灾也该国受创甚深。
17দয়া করে হাইতির ভূমিকম্পের উপর আরো সংবাদ জানার জন্য গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজ পাতা দেখুন।全球之声在海地工作感谢捐助单位,以及Internews提供的人道资讯补助,更多英文版消息请见特别报导页面。