# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: লাইভজার্নাল বন্ধ গত ৭ই অক্টোবর থেকে কাজাখস্তানী ইন্টারনেট ব্যবহারকারীরা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক লাইভজার্নালে প্রবেশ করতে পারছেন না। | 哈萨克斯坦:LiveJournal受到封锁 |
2 | এই ওয়েবসাইটটি সোভিয়েত পরবর্তী রুশভাষী অঞ্চলসমুহে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। | 十月七日,哈萨克斯坦网民发现无法连上热门的博客网站LiveJournal。 |
3 | প্রতিবেশী কিরগিজস্তানী ব্লগাররাও বঞ্চিত হচ্ছেন বিশেষত: যাদের আইএসপি কাজাক টেলিকম থেকে সুবিধা গ্রহণ করে থাকে যা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত কাজাখস্তানের একমাত্র টেলিকম। | LiveJournal在原苏联统治地区的俄文社群中是最为流行的博客平台,邻国吉尔吉斯斯坦的联机也受到阻断,尤其是使用国营哈萨克斯坦电信(Kazakhtelecom)服务的网民。 |
4 | এক সপ্তাহের বেশী সময় নিশ্চুপ থেকে কাজাক টেলিকম বিগত ১৫ই অক্টোবর ইন্টারনেটের কোন বিষয়বস্তু ফিল্টার করা (বিশোধনে) জড়িত থাকার কথা প্রকাশ্যে অস্বীকার [রুশ ভাষায়] করেছে। | 哈萨克斯坦电信一直保持沉默,直到15日才公开否认封锁[俄文]。 |
5 | অবশ্য কাজাখস্তান লাইভজার্নালে কয়েকটা স্বাধীন প্রোভাইডার যেমন টুডে টেলিকম এবং ডুকাটের মাধ্যমে প্রবেশ করা যায়। অপ্রতিরোধ্য ইউজারদের অধিকাংশ এখন অগতানুগতিক বাইপাস পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হচ্ছে লাইভজার্নালে ঢুকতে এবং ব্লগিং চালাতে - এই পদ্ধতিগুলোর মধ্যে “মিরর”, “মিলজ ডট রু” এবং বেশ কিছু অনলাইন এনোনিমাইজার্স রয়েছে। | 在这此同时,使用其它互联网联机服务如2Day Telecom及Ducat的网民还是可以连上LiveJournal,但绝大多数的使用者只能用非常手段登入LiverJournal以继续发文,例如利用镜像网站mylj.ru或其它在线在线匿名服务,也有人使用匿名互联网系统Tor。 |
6 | কেউ কেউ ব্যবহার করছে “টর”। ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু সাংবাদিক থাকায় তারা সমস্যাটিক প্রচার মাধ্যমে তুলে ধরতে পেরেছে। | 另外,很多是记者的博客,利用媒体报导此事,路透社及俄国的主要通信社都报导了这个消息,博客也酝酿寄出公开信函到位于莫斯科的SUP公司管理部门,也就是LiveJournal的俄国总部。 |
7 | রয়টার এবং রাশিয়ার প্রধান কিছু সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে। | 互联网联机受到封锁,最可能的原因应属技术性问题。 |
8 | ব্লগাররা প্রস্তুতি নিয়েছে এর বিরুদ্ধে কিছু করার জন্য এবং লাইভজার্নাল পরিচালনাকারী মস্কো ভিত্তিক কোম্পানী এসইউপি কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি প্রেরণ করেছে। | 但若只是单纯技术性问题,通常故障不会持续这么久。 |
9 | বন্ধ করার সম্ভাব্য সব কারণের মধ্যে একটা হতে পারে প্রযুক্তিগত সমস্যা; কিন্তু তা সাধারণত এত দীর্ঘ সময়ের জন্য থাকে না। | 政治上则有谣言指出,原因应与前任总统的女婿Rakhat Aliyev的日记有关。 |
10 | প্রধান গুজব হচ্ছে রাজনৈতিক কারণ - প্রাক্তন রাষ্ট্রপতির জামাতা, মিডিয়া টাইকুন এবং গোয়েন্দা সংস্থার হোতা রাখাত আলিয়েভ এর ডায়েরী ও ব্লগিং বন্ধ করা। | 这位媒体大亨同时也是特种部队的头目,常惹是生非,引来大众反感,却总是逃过制裁。 |
11 | মানুষ জন তার বিরুদ্ধে নানা অবৈধ কার্যকলাপের জন্য বারবার অভিযোগ উত্থাপন করেছিল কিন্তু গত বছর পর্যন্ত সুকৌশলে সে সব শাস্তি এড়াতে সক্ষম হয়। | 去年才因为涉嫌暗中筹划政变与掳人勒赎,被判了40年刑期,但他逃到奥地利的维也纳,并利用互联网散布抹黑当局的言论。 |
12 | তবে একটা অভ্যুত্থানের প্রস্তুতি, লোকজনকে অপহরণ, অপরাধ সংঘঠনের দায়ে গত বছর চল্লিশ বছরের জেল সাজা প্রাপ্ত হলে অস্ট্রিয়ার ভিয়েনাতে পালিয়ে যান এবং বিক্ষিপ্তভাবে ইন্টারনেটে ক্ষমতাসীন জোটের মানহানীকর নানা বিষয় প্রকাশ করতে থাকেন। | 虽然他LiveJournal上的文章无法连结,总网站上转录的内容却没有受到过滤。 |
13 | যদিও প্রধান ওয়েবসাইট যেটা দিয়ে নিবন্ধগুলো তার লাইভ জার্নালে পুন:প্রকাশিত হতো সেটাকে ফিল্টার (বিশোধন) করা হয় নাই। | 校对:Sophie Chiang |