# | ben | zhs |
---|
1 | মুইসকা ভাষাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে উদ্যোগঃ কেবল একটি শব্দ করে | 一字一字慢慢来 穆伊斯卡语的重生之路 |
2 | মুইসকা মানমন্দির - ছবি: এমেন্ডারসেন২ এবং সিসি বাই ২. ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | 穆伊斯卡天文台-照片由amanderson2拍摄,CC BY 2.0授权使用。 |
3 | আনুষ্ঠানিকভাবে মুইসকা ভাষাটি বিলুপ্ত হয়েছে। | 穆斯卡语(Muisca language)在官方纪录上是一已灭绝的语言。 |
4 | ভাষাটি চিবচা ভাষাতত্ত্ব পরিবারের একটি অংশ। মুইসকা লোকেরা আগে এ ভাষায় কথা বলত। | 穆伊斯卡语属奇布查(Chibcha)方言之一,在未灭绝之前是由穆伊卡人所使用。 |
5 | কলম্বিয়ার কেন্দ্রীয় উচ্চভূমির চারপাশে ছিল এদের বসবাস। | 穆伊斯卡人原居住在哥伦比亚中部高地,其中包括现今哥伦比亚首都波哥大(Bogotá)的周围区域。 |
6 | বর্তমানে বগোটা নামে পরিচিত অঞ্চলের আশেপাশের এলাকাটিও এতে অন্তর্ভুক্ত। | 多数有关穆伊斯卡语的历史,记载于原先沈睡于档案室的十六、十七世纪文本当中。 |
7 | ভাষাটির বেশিরভাগ ইতিহাসের বিভিন্ন বই এবং ১৬ ও ১৭ শতকের ভাষা বিষয়ক বিভিন্ন দলিলপত্র থেকে খুঁজে পাওয়া গেছে। | 穆伊斯卡语之所以会走向灭亡,与西班牙卡洛斯三世(King Charles III of Spain)有很大的关系。 |
8 | এগুলো আর্কাইভ থেকে উদ্ধার করা হয়েছে। | 在其统治期间,卡洛斯三世曾以禁止使用穆斯卡语作为手段,藉此来控制哥伦比亚的原住居民。 |
9 | সেখানে এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। | 这项语言禁令一直到公元1991年哥伦比亚宪法颁布后才正式废除。 |
10 | স্পেনের রাজা তৃতীয় চার্লসের শাসনামলে ভাষাটির বিলুপ্ত হওয়ার পথ ত্বরান্বিত হয়। | 虽说穆斯卡语的使用在现今的哥伦比亚并不是很活跃,但却存在于哥伦比亚人的日常语汇当中。 |
11 | তাছাড়া আদিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে রাজা তৃতীয় চার্লস এ ভাষার ব্যবহার নিষিদ্ধ করে দেন। | 这些语汇,又称「muisquismos(穆伊斯卡语特性)」,都是借自穆伊斯卡语,通常都是跟形容当地动植物还有水果有关。 |
12 | ১৯৯১ সালে কলম্বিয়ার সংবিধান পাস হওয়ার পূর্ব পর্যন্ত আইনটি বহাল ছিল। | 其主要用户为波哥大区域的居民,而他们通常都不知道这些语汇都源自于穆伊斯卡语。 |
13 | যদিও ভাষাটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয় না, তবুও এটি এখনও টিকে আছে এবং কলম্বিয়ানদের কারও কারও মুখে নিত্যনৈমিত্তিক জীবনে ভাষাটির কিছু কিছু শব্দ বেশ ভালোভাবেই বিরাজ করছে। | |
14 | এই শব্দগুলো মুইসকা ভাষা থেকে এসেছে। | Muysccubun计划的Logo。 |
15 | স্থানীয় বিভিন্ন পশু, গাছ এবং ফলমূলের বর্ননায় সাধারণত এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। | 灭绝的穆伊斯卡语之历史重要性,引起一群来自哥伦比亚各大学语言学和人类学学生的兴趣,他们现在正努力的让穆伊斯卡语再生。 |
16 | শব্দগুলোকে “মুইসকুইসমস” বলা হয়। আর বগোটা এবং তাঁর আশেপাশের অধিবাসীরা প্রায়ই এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। | 藉由数字化的工具、APP和社群媒体,「Muysccubun」计划正努力的纪录,并在网络上分享有关穆伊斯卡语的一切。 |
17 | যদিও শব্দগুলোর উৎস না জেনেই তারা সেগুলো ব্যবহার করছেন। মুইসকুবান প্রকল্পের লোগো। | 这项计划的任务包括了抄写穆伊斯卡语写成的第一手语料,接着上传到知识网站当中。 |
18 | এই বিলুপ্তপ্রায় ভাষাটির ঐতিহাসিক গুরুত্ব কলম্বিয়া জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ্যা এবং নৃতত্ত্ব বিষয়ে পড়াশুনা করছেন এমন একদল শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলছে। | |
19 | তারা ভাষাটিকে আবার ধীরে ধীরে পুনর্জীবিত করার কাজ করছেন। | 他们亦建立了一个西班牙语-穆斯卡语网络字典,这个字典也有免费的Android应用程序。 |
20 | এক্ষেত্রে তারা ডিজিটাল বিভিন্ন টুল, এ্যাপ এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুবিধাগুলোকে কাজে লাগাচ্ছেন। | 计划相关信息与内容也同步的在其脸书专页上分享,像是穆斯卡语每日一字,并链接到其知识网站的页面。 |
21 | তারা প্রকল্পটির নাম দিয়েছেন “মুইসকুবান”। | 举例来说: |
22 | ইন্টারনেটে ভাষাটিকে লিপিবদ্ধ করতে এবং শেয়ার করতে এই প্রকল্পের অধীনে তারা কাজ করছেন। | 每日一字: |
23 | তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে, মুইসকা ভাষার প্রাথমিক উৎস উপকরণগুলোর প্রতিলিপি তৈরি করা এবং একটি উইকিতে তা আপলোড করা। | iaia |
24 | তারা একটি স্প্যানিশ-মুইসকা অনলাইন অভিধান তৈরি করেছেন। | Fon. |
25 | অভিধানটি একটি বিনামূল্য এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও পাওয়া যাচ্ছে। | Gonz. |
26 | গ্রুপটির ফেসবুক পেইজের মাধ্যমেও এই সামগ্রীগুলো শেয়ার করা হয়েছে। | */iaia/ Fon. |
27 | উইকিতে উল্লেখিত নথিপত্র থেকে পেইজটিতে দিনে একটি করে মুইসকা শব্দ শেয়ার করা হয়। | Cons. */iaia/ |
28 | উদাহরণস্বরূপঃ আজকের শব্দঃ | 1. 渔网。 |
29 | ১. মাছ ধরার জাল। ২. অপরিচ্ছন্ন। | 2. 披头散发的。 |
30 | মুইসকা ভাষার সাথে যুক্ত থাকার প্রযুক্তি ব্যবহারের এই অভিজ্ঞতা মুইসকুবান দলটিকে অনুরূপ উদ্যোগগুলোকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করছে। | Muysccubun计划团队利用科技进行穆伊斯卡语再生的经验,起了非常好的带头作用。 |
31 | সেগুলোর মধ্যে রয়েছে, একটি অনলাইন সালিবা ভাষা-স্প্যানিশ অভিধান তৈরি করা। ক্যারো এবং কুয়েরভো ইন্সটিটিউটের সংযোগে একটি এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও এটি পাওয়া যাচ্ছে। | 其他类似计划开始出现,例如与卡罗与古尔沃学院(Caro y Cuervo Institute)合作架设萨利巴语(Sáliba language)-西班牙语网络字典,同时也有免费的Android应用程序版本。 |
32 | তারা কলম্বিয়ান আদিবাসী ভাষাতে ফায়ারফক্স ব্রাউজারের স্থানীয়করণের প্রচার ঘটাতে মজিলা কলম্বিয়ার সাথেও সহযোগীরূপে কাজ করে যাচ্ছে। | 他们亦与哥伦比亚Mozilla合作,企图藉由各个不同哥伦比亚本土语言版本的浏览器, 推动Firefox浏览器的本土化。 |
33 | বগোটার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামীণ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে মুইসকা ভাষা শেখানোর আরও কিছু নতুন উদ্যোগ নেয়া হয়েছে। | 尽管已经出现一些新计划,像是在偏远学校进行穆斯卡语的教学,还有在波哥大地区提供穆斯卡语的课程,Mysccubun计划团队仍希望藉由数字媒体的帮助来提供数据,并最终能使穆斯卡语重生。 |
34 | মুইসকা ভাষার নথিপত্র তৈরিতে এবং ভাষাটিতে নবজীবন সঞ্চার করতে ডিজিটাল প্রচার মাধ্যমে তাদের কাজগুলো ভাষাটিকে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে প্রকল্পটি আশাবাদ ব্যক্ত করেছে। | 译者:Eugenia Lin-Koivuniemi 校对:Ameli |