# | ben | zhs |
---|
1 | কারিবীয়াঃ এল্টন ইলিসকে স্মরণ | 加勒比:怀念歌手艾力斯 |
2 | “এল্টন ইলিস”, আলোকচিত্র তুলেছেন এরিক ওলিভিয়েরা, অনুমতি নিয়ে ব্যবহৃত। এরিকের ফ্লিকর ফটোস্ট্রিম দেখতে পারেন। | 艾力斯(Alton Ellis)照片来自Eric Oliviera,经同意后使用,请见Eric的Flickr照片集 |
3 | ষাটের দশকের রকস্টেডি সংগীতের অন্যতম প্রবর্তক জামাইকার সংগীত শিল্পী এল্টন ইলিস প্রায় বর্ষ ধরে ক্যানসারের সাথে লড়াই করে অবশেষে গত শুক্রবার ১০ই অক্টোবর ইহলোক ত্যাগ করেছেন। | |
4 | জামাইকান গ্লিনার বলেছেন, যদিও সমসাময়িক বব মার্লে এবং জিম্মি ক্লিফের মত ইলিসের তেমন বড় কোন আন্তর্জাতিক হিট ছিল না তারপরেও “গডফাদার অব রকস্টেডি” পরবর্তী প্রজন্মের জামাইকার সংগীত শিল্পীদের উপরে প্রচ্ছন্ন একটা প্রভাব রেখেছেন। | |
5 | দীর্ঘকাল যাবত তিনি জামাইকার সংগীতের কিংবদন্তী হিসাবে পরিগণিত হতেন। গত সপ্তাহান্তে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জামাইকার সংগীত শিল্পীরা তার প্রতিভা, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করতে থাকে। | 艾力斯(Alton Ellis)为牙买加乐手,亦为六零年代rocksteady音乐先驱,他与癌症奋战一年后,于10月10日过世,虽然如Jamaica Gleaner所言,相较于Bob Marley或Jimmy Cliff,艾力斯并无闻名国际的畅销金曲,但这位rocksteady教父对牙买加音乐后辈影响深远,外界也将他视为牙买加音乐传奇。 |
6 | ক্যারাবীয় ব্লগস্ফিয়ারেও চলে শ্রদ্ধা প্রদর্শন। জিওফ্রে ফিলিপ লিখেছেন, “আমরা একজন মহান প্রবর্তককে হারিয়েছি”। | 艾力斯死讯传出后,许多牙买加音乐界人士均向他的才华,歌声与性格致敬,加勒比博客圈亦纷纷表达敬意,文学博客Geoffrey Philp写道:「我们失去伟大的先驱者」。 |
7 | ইলিস এর সংগীতের পরিপূর্ণ বিশুদ্ধতা এবং আশাবাদ আমাকে এমন একটা সময়ে টেনে নিয়ে যায় যখন বন্দুকধারীর ভয়ে এই দ্বীপ শাসিত হতো না। | |
8 | আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে গাইতে পারতেন “আই য়্যাম জাস্ট আ গাই” অথবা দাওতা তে গাওয়ার জন্যও চেষ্টা করতে পারতেন। | |
9 | আত্মপক্ষ সমর্থন ছাড়া কেবল মনোভাব বা প্রকাশের জন্য এইখানের গান ছিল একদম নিজস্ব বাগ্ধারায় লিখিত। | 艾力斯的音乐满是纯真与乐观,让我想起过往国家不是倚赖对枪手的恐惧统治人民,人们可以走在街道上唱着《我只是平凡人》等歌曲,或是用自己的话语入歌,不用在意情绪或技巧。 |
10 | ইউটিউবের একটা ক্লিপের লিংক দিয়েছেন ফিলিপ যেখানে ইলিসের একটা সর্বাধিক পরিচিত গান “আই য়্যাম স্টিল ইন লাভ” এর পরিবেশনা রয়েছে। | |
11 | এফ্রোবেলাও ইলিসের পরিবেশনকৃত “আই য়্যাম জাস্ট আ গাই” এবং “গার্ল আই হ্যাভ গট আ ডেট” গান দুটির ফুটেজের জন্যইউটিউবের সংগ্রহশালা অনুসন্ধান করেছেন। তিনি মন্তব্য করেছেন: | Geoffrey Philp连结至YouTube录像,其中艾力斯表演他的知名作品《我仍在爱里》;Afrobella也翻找YouTube数据库,寻觅艾力斯表演《我仍在爱里》和《我要约会了》等片段,她表示: |
12 | তার হিট গান “আই য়্যাম জাস্ট এ গাই” আমার পছন্দের। বর্তমানকালের গানের মধ্যে আপনি এই ভাবানুভূতি শুনবেন না। | 我最喜爱的歌曲是《我只是平凡人》,那种情绪在今日音乐里已不复见,人性、浪漫、真心追求爱情,希望各位和我同样喜欢这首歌。 |
13 | প্রেমের জন্য বিনম্রতা, রোমাঞ্চ, ঐকান্তিক আকাঙ্খা। | Afrobella也透过Twitter发送讯息给今日牙买加音乐的歌迷: |
14 | আশা করি এই গান আমার মত আপনাদেরও সজীব করে দেবে। এবং আফ্রোবেলা টুইটারে আজকের জামাইকার সংগীত ভক্তদের নিকট একটা মেসেজও পাঠিয়েছেন: | 若各位不清楚背景,Sean-da-Paul演唱的《我仍爱着你》原唱者为艾力斯。 |
15 | যারা জানেন না তাদের জন্য খবর হলো এল্টন ইলিস “আই য়্যাম স্টিল ইন লাভ উইথ ইউ” এর আদি গানটা গেয়েছিলেন যা এখন সিন-দ্যা-পল আড়াল করে ফেলেছে। | |
16 | লোরি-চিন পোস্ট উল্লেখ করেছে “এল্টন ইলিস গানের সমৃদ্ধ কথা ও স্বর দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দিয়েছেন”। | |
17 | ক্যারিবিয়ন রিভিউ অব বুকসের ব্লগের এনটিলীস তুলে ধরেছেন ইলিস এর আসল জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং ট্রোজান রেকর্ডস ওয়েবসাইটের একটা শোকসংবাদের লিংক প্রদান করেছেন। | |
18 | অন্যদিকে ইয়ার্ডফ্লেক্স একটা গুজবের কথা বলেছেন ইলিসকে নাকি জামাইকায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। স্টানারস এফ্লিকশনস একটা অকপট শ্রদ্ধাঞ্জলী পোস্ট করেছে। | Lowrie-Chin Post也说:「艾力斯用丰富歌词与嗓音,为我们的生活增添风味」;《加勒比书评》的博客Antilles指出,外界并不清楚艾力斯确切的生日,并连结至Trojan唱片公司网站上的悼词;YardFlex则提到传闻指艾力斯将获牙买加国葬。 |
19 | “তরুন ও বৃদ্ধ সব ধরণের শ্রোতাদের মোহনীয় সংগীত দিয়ে আন্দোলিত করার ক্ষমতা ছিল এল্টন ইলিসের”। তিনি আরো লিখেছেন, “তিনি ছিলেন সাধারণের প্রিয়…. | Stunner's Afflictions张贴简短讯息致敬:「艾力斯有种魔力,让听众不分长幼都能沉浸在音乐之中,他是群众钟爱的一名歌手…我们将永远怀念这位牙买加音乐指针人物。」 |
20 | জামাইকার এই মহান সংগীত শিল্পী তীব্রভাবে অনুভূত হবেন” | 校对:Soup |