# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: ফেসবুক নিয়ে গান | 柬埔寨:为Facebook写歌 |
2 | সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীকে সাহায্য করে তা তিউনিসিয়া আর মিসরের বিপ্লবের সময় জোড়ালো হয়ে দেখা দেয়। | |
3 | এই জন্যে বেশ কিছু দেশের সরকার, যেমন চীন, তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বেশ চিন্তিত। | 社群网站Facebook成功帮助突尼斯和埃及推翻政府,是不可或缺的功臣;而其他国家(包括中国)则相当注意人民在Facebook上是否有任何政治活动。 |
4 | কিন্তু ক্যাম্বোডিয়াতে ফেসবুককে এখনও হুমকি হিসেবে দেখে না সরকার। | 但是在柬埔寨,政府还不认为Facebook会对当局造成威胁。 |
5 | প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বে রাজনীতিবিদরা (যারা ১৯৮৫ সাল থেকে ক্ষমতায় আছে) তাদের নিজস্ব ফেসবুক পাতা খুলেছেন যেখানে তারা ক্যাম্বোডিয়ার নাগরিক আর নেটিজেনদের সাথে কথোপকথন চালান। | 柬埔寨总理洪森(Hun Sen,自1985开始掌权)身先士卒,带领政治人物一起建立Facebook帐号,并透过Facebook与柬埔寨人民及网友互动。 |
6 | তবে দেশে একটি নতুন এবং কৌতুহলোদ্দীপক ফেসবুক ফ্যাশন শুরু হয়েছে: ক্যাম্বোডিয়ানরা ফেসবুক নিয়ে গান লিখছে। উদাহরণস্বরূপ, ‘ফেসবুক ভালবাসা থামায়‘, যা লোটাসরিসোর্টএন্ডস্পা গত মার্চের ১১ তারিখে ইউটিউবে তুলে দিয়েছে: | 不过,Facebook在柬埔寨还有一个更新潮、有趣的趋势:柬埔寨人流行以Facebook为写歌主题,比如说:“Facebook终结真爱”,这支影片是由使用者lotusresortandspa在2011三月十一日上传至Youtube。 |
7 | পপ সঙ্গীত ইন্ডাস্ট্রি ফেসবুক নিয়ে অনেক গান তৈরি করেছে। যদিও তারা ঘোষণা করেছে যে তাদের এইসব গান পছন্দ নয়, ক্যাম্বোডিয়ার খেমার ম্যাগাজিন অভিভূত যে অনেক ক্যাম্বোডিয়ানই এইসব ‘ফেসবুকের গান' উপভোগ করছে। | 流行音乐产业最近出了很多首关于Facebook的歌,虽然柬埔寨高棉杂志(Cambodia Khmer Magazine)呼吁,不要太着迷于这些歌曲,但却也对于这些“Facebook之歌”这么受柬埔寨人民欢迎,表示很惊讶。 |
8 | নীচে ইউটিউবে (সব খেমার ভাষায়) আপলোড করা ফেসবুক নিয়ে গানগুলোর কিছু শিরোনাম রয়েছে: | 以下有几首上传到YouTube的Facebook歌曲(全都是高棉语) • Facebook破坏我的恋情 • Facebook终结真爱 • 有Facebook就有爱 • Facebook好友! |
9 | খেমারবার্ড খুবই আশ্চার্যান্বিত যে এইসব গান হচ্ছে তবে একই সাথে এও স্বীকার করছে যে ফেসবুক অনেক ভালবাসার সম্পর্ক ভেঙ্গে যাবার কারণ। | 女友休了我 • 泪洒Facebook • Facebook捎来你的泪 • 受尽Facebook之苦 • 和Facebook共度一夜 • Facebook等待真爱 |
10 | তার ‘ফেসবুকের প্রভাবের কথা ক্যাম্বোডিয়ার গানে লেখা হচ্ছে‘ শিরোনামের লেখায় তিনি বলছেন: | 流行音乐界出现这些歌,Khmerbird也觉得很意外,但他也表示赞同其中某些歌曲的描述,说Facebook破坏了人与人之间的关系。 |
11 | এটি মনে হয়ে বেশ আশ্চর্যেরই ব্যাপার যখন আমাকে এসব শুনতে হয়। | 他在文章“Facebook效应已被写入柬埔寨歌曲”中写道: |
12 | কিন্তু কথাগুলোর মধ্যে সত্যি আছে কিন্তু। | 我开始听到这些歌时觉得很惊讶,但歌词描述的也算是贴切。 |
13 | খেমারবার্ড খেমারাক সেরেইমন এর একটি গানকে তুলে ধরছে যার শিরোনাম ‘ফেসবুক আমার ভালবাসাকে ব্যহত করে‘ এবং এর কথাগুলোকে ব্যাখ্যা করছে: খেমারাক গানে বলছে যে ফেসবুকে সময় দেবার জন্যে তার বান্ধবী তাকে আর আগের মত দেখভাল করে না। | Khmerbird引用卡玛拉克(Khemarak Sereymon)一首名为“Facebook破坏我的恋情”的歌曲: |
14 | তার মনে হচ্ছে যে তাকে একা ফেলে গেছে সে। তার বান্ধবী এখন সময় ব্যায় করে অন্যদের সাথে যোগাযোগ করে। | 他的歌词说,自从女友有了Facebook,就不再像从前一样在乎他,他觉得自己彻彻底底被抛弃了。 |
15 | এটি অবশ্যই সম্পর্কের মধ্যে একটি টানাপোড়েন তৈরি করে। | 他的女友整天都在用Facebook和不同的人连络感情,这当然会对感情造成很大的影响。 |
16 | সোশ্যালবেকার্স. কম এর মতে ক্যাম্বোডিয়াতে এখন পর্যন্ত মাত্র ২৫০,০০০ ফেসবুক ব্যবহারকারী রয়েছে যা দেশের জনসংখ্যার মাত্র ১. | 根据socialbakers.com,柬埔寨的Facebook用户只有250,000位,也就是说只有1.73%的注册率。 |
17 | ৭৩%। তবে রাজনীতিবিদরা যে হারে ফেসবুক এবং একে নিয়ে বাধা গানগুলোর শিল্পীদের তুলে ধরছে এটি এই মাধ্যমকে ক্যাম্বোডিয়ার আরও বেশী জনগণের কাছে জনপ্রিয় করে তুলবে। | 但由于政治人物都公开加入Facebook,加上音乐人的创作,意外帮Facebook宣传,Facbeook未来在柬埔寨势必会吸引更多使用者。 |