# | ben | zhs |
---|
1 | ইজরায়েল: কন্সুলেট টুইটারে ‘ সংবাদ সম্মেলন’ করেছে | 以色列:领事官召开推特记者会 |
2 | এই গত সপ্তাহে, বস্টনে অবস্থিত একটি ইন্টারনেট মার্কেটিং সংস্থা হাবস্পট একটা রির্পোট দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে মাইক্রো ব্লগিং এর প্লার্টফম টুইটার ৫,০০০ থেকে ১০,০০০ নতুন ব্যবহারকারী প্রতিদিন পাচ্ছে। | 12月22日这周,位于波士顿的网络营销公司HubSpot发布一项报告。 |
3 | সম্প্রতি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কথোপকথনে যেমন মুম্বাই আর গাজায় সাম্প্রতিক হামলার আলোচনায় টুইটারের ব্যাপক ব্যবহার দেখার পর এমন বৃদ্ধি এখন আর বিস্ময়কর না। | 报告中提到微型博客推特(Twitter)每日增加的新用户高达五千到一万名。 |
4 | সরকারী কর্তৃপক্ষও বেশ কিছু সময় ধরে টুইটার ব্যবহার করছে। আমেরিকার সরকার বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট রাখে (যার মধ্যে আছে @ইউএসএগভ, @দ্যাহোয়াইটহাউস আর @নাসা), আর অন্য দেশের সরকারও নিশ্চয় পিছিয়ে নেই। | 其实,最近孟买恐怖攻击事件与以色列攻击加萨走廊在推特掀起讨论热潮,所以每日有这么多的新用户也不难想见。 |
5 | আজ সন্ধ্যায়, ইজরায়েল-গাজা সংঘর্ষের মধ্যে, নিউ ইয়র্কের ইজরায়েলি কন্সুলেট একটা টুইটার অ্যাকাউন্ট করেছে। | 政府使用推特也有一阵子。 |
6 | এর প্রথম টুইটে ছিল: একটু পরেই, কন্সুলেট জানায় তাদের অভিপ্রায় - মঙ্গলবার, ডিসেম্বর ৩০ ইএসটি সময় ১-৩ টায় জনগণের জন্যে একটা ‘সংবাদ' সম্মেলন করার: | 美国政府开启很多推特账号,如「@USAGov」、「@TheWhiteHouse」以及「@NASA」,其它国家也考虑跟进。 |
7 | এই সম্মেলন একটা অভিনব উদ্যোগ এবং অভুতপূর্ব এক সুযোগ তৈরি করছে একটা সরকারের জন্য যাতে তারা একটা উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করতে পারে সঙ্কটকালে বিশ্বব্যাপী আলোচনার জন্য। | 12月30日中午,在以色列攻击加萨之际,以色列驻美领事馆也开启了一个推特账号,写下的第一个讯息是: |
8 | সম্মেলনের সময়ে টুইটার ব্যবহারকারীরা প্রশ্ন পাঠাতে পারবে, আর আলোচনা অনুসরণ করত্তে পারবে #আস্কইজরায়েল হ্যাশট্যাগ ব্যবহার করে। | 旋即,领事馆宣布即将在12月30日星期二中午,美东时间的下午一点到三点,召开公民会议: |
9 | কন্সুলেটের টুইটার অ্যাকাউন্ট বানানোর পেছনে রয়েছে ডেভিড সারাঙ্গা, আমেরিকায় ইজরাইলের মিডিয়া আর জনসংযোগ কন্সাল। | 此公民会议,对政府部门来说不仅史无前例,在危机时刻,也向世界开启了一座对话的平台。 |
10 | টুইটার ব্যবহারকারীরা এরই মধ্যে প্রশ্ন করা শুরু করেছে। জার্মানীতে থেকে গিয়োকুসাই জিজ্ঞাসা করেছেন: | 推特用户只要引用「#AskIsrael」这个信息标签,就可以在会议中直接向政府提问。 |
11 | সংবাদ সম্মিলনের জন্যে প্রশ্ন: এই হামলা ইজরায়েলের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করবে এবং গাজা থেকে রকেটের হামলার এই জবাবা না দিলে তা নির্বাচনকে কিভাবে প্রভাবিত করত? | 领事馆推特账号的负责人,是以色列驻美媒体与公共事务官员David Saranga。 |
12 | ট্রাভমাভগ জানতে চেয়েছেন: | 推特用户已经开始提问。 |
13 | আপনারা বোমা হামলার জবাবে গাজায় বোমা ফেলেছেন? | 德国的gyokusai问道: |
14 | তারা কিভাবে এর প্রতিউত্তর দেবে আপনারা কি ভেবেছেন? | travmavg则问道: |
15 | আমি আপনাদের এই সহিংসতা সমর্থন করতে পারি না। | 欲知更多公民会议的讯息,请看领事馆部落格。 |
16 | কন্সুলেটের ব্লগে সংবাদ সম্মেলনের বিস্তারিত পাওয়া যাবে। | 校对:Soup |