Sentence alignment for gv-ben-20100114-8709.xml (html) - gv-zhs-20100127-4569.xml (html)

#benzhs
1অবতার: আদিবাসী অধিকারের পক্ষে না বিপক্ষে?《阿凡达》:反原住民色彩太重?
2জেমস ক্যামেরনের বিস্ময়কর দৃশ্যাবলী সমৃদ্ধ ছবি অবতার (মুক্তি পেয়েছে ২০০৯-এ) একটি বৈজ্ঞানিক কল্প কাহিনী।
3এই চলচ্চিত্রে পৃথিবীর মানুষ অন্য এক গ্রহকে উপনিবেশ বানানোর ব্যর্থ চেষ্টা করে।
4এখন সারা বিশ্বে এই চলচ্চিত্রকে ব্যাপকভাবে সাম্রাজ্যবাদ বিরোধী চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে অন্যরা এই চলচ্চিত্রকে ইতিহাসের প্রথম সবচেয়ে দ্রুত বিলিয়ন (১০০ কোটি) ডলার আয় করা চলচ্চিত্র হিসেবে দেখছে।
5অনেকের কাছে এর উপাদানে আদিবাসী জনগোষ্ঠীর উপর সূক্ষ্ম বর্ণবাদী আচরণ রয়েছে। টেলিগ্রাফের ব্লগার উইল হ্যাভেন সাধারণত যুক্তরাজ্যে রাজনীতি, ইন্টারনেট এবং ধর্ম নিয়ে লেখেন।导演詹姆士柯麦隆(James Cameron)近期推出新作《阿凡达》(Avatar),视觉相当令人震撼,这部科幻片讲述地球人企图殖民另一个星球,结果最终失败,许多人认为电影充满反帝国主义氛围,但也有很多人指称,在这部影史上最快突破十亿美元票房的电影中,潜藏着歧视原住民的种族主义。
6তিনি এই চলচ্চিত্রে উপর অভিযোগ এনেছেন যে, এটি বর্ণবাদ এবং পশ্চিমা বাম ধারার উগ্রতা প্রদর্শন করছে:
7আমি এর গল্পটাকে নষ্ট করতে চাই না, কিন্তু এখানে এর মূল বিষয়টি হচ্ছে: একদল ভাড়াটে সৈনিক, যারা আসলে মানুষ, তারা প্যান্ডেরা নামে পৃথিবী থেকে দুরের এক গ্রহকে উপনিবেশ বানাতে চায় কারণ সেখানে এক অতি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়।
8প্যান্ডোরার স্থানীয় বাসিন্দারা আকারে লম্বা, নীল চামড়ার এক ভিন্ন প্রজাতির প্রাণী।
9এদের নাম না'ভি। তারা যে এলাকায় থাকে তার ঠিক উপরে খনির অবস্থান।英国《电讯报》博客Will Heaven通常谈论英国政治、网络与宗教,他指控该片满是种族主义及西方左派自大心态:
10না'ভিরা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাস করতে চায় না।
11কাজেই মানবজাতি তাদের উপর আক্রমণ চালায়। […]
12অবতারের বিষয়বস্তুর ক্ষেত্রে সবচেয়ে অবজ্ঞা যাকে ঘিরে চলে, সে এর নায়ক।
13এক অক্ষম তরুণ আমেরিকান, যার নাম সালী।
14চলচ্চিত্রে এই চরিত্রটিতে অভিনয় করেছে সাম ওরর্দিংটন। না'ভিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে সালীকে তাদের কাছে পাঠানো হয় (নীল চামড়ার এক অবতার হিসেবে)।我不会泄露剧情,故事基本架构是一群人类佣兵殖民遥远星球潘朵拉(Pandora),打算开采当地价值极高的矿物,而潘朵拉原住民纳美人(Na'vi)是身材瘦高、蓝皮肤的外星人,居住在矿场预定地上,因为拒绝搬迁,于是人类发动攻击。[ …]
15কূটনৈতিক ভাবে এই সমস্যা সমাধানের শেষ চেষ্টা হিসেবে তাকে সেখানে পাঠানো হয়।
16কিন্তু বিস্ময়করভাবে, সে তাদের দলের একজন হয়ে যায়। তাদের দুর্দশায়, সে তাদের প্রতি এতটা সহানুভূতিশীল হয় যে, মানুষের বিরুদ্ধে যুদ্ধে সে তাদের পক্ষে নেতৃত্ব দিতে থাকে।电影里最卑劣的主题在于剧中英雄,是由山姆沃辛顿(Sam Worthington)饰演的美国残障青年杰克苏利(Jake Sully),人类向纳美人宣战前,苏利伪装成纳美人混入其中,希望试图以外交手段解决问题,但苏利后来却同情纳美人的遭遇,决定转而领导纳美人对抗人 类。
17যেমনটা বাম ধরার আত্ম দর্পী চিন্তা এগুতে থাকে, এটাই অন্য সব কিছু ছাড়িয়ে সবার উপরে অবস্থান নেয়।
18চলচ্চিত্র দেখায়, আদিবাসী না'ভি গোষ্ঠীর নিজেদের উদ্ধার করার জন্য একজন সাদা চামড়ার মানুষের দরকার হয়ে পড়ে, কারণ কম উন্নত প্রজাতি হিসেবে তাদের বুদ্ধিমত্তা ও বীরোচিত ধৈর্যের ঘাটতি রয়েছে।
19তাদের এই ঘাটতি দেখা দেয় নিজেদের এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে।
20অসহায় স্থানীয় আদিবাসী। অন্য কথায় বলা যায় তাদের অবশ্যই বিপদ থেকে রক্ষা পাবার জন্য সাদা মানুষের নেতৃত্ব গ্রহণ করতে হবে।在左派自大心理作崇之下,这个人肯定优于其他人,电影里认为纳美人得由白人来领导,因为纳美人开发程度较低,缺乏智慧及决心,无法独力战胜对手,换言之,这些可怜又无助的原住民,得仰赖这个正直的白人带领他们脱离危险。
21ফ্লোরিডা ভিত্তিক এক ব্লগার থিঙ্কিং ফর ইউ। তিনি এই বিষয়ে একমত:美国佛罗里达州博客Thinking for You亦表示:
22আমাকে এটাই ধাক্কা দিয়েছে যে দর্শকদের অনেকেই শত্রু হিসেবে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর সহযোগিতা এবং রঙ্গব্যঙ্গ মেনে নেয়।
23তারা আক্ষরিক অর্থে করতালির মাধ্যমে আক্রমণকারী বাহিনীর ধ্বংস সাধনকে অভিনন্দন জানায়, কিন্তু সম্ভবত এই রসিকতা আমার উপর করা হয়েছে, কারণ সামরিক বাহিনীর প্রতিনিধিত্বকারীদের হারার ব্যাপারটা কেবল ধারণা মাত্র।
24এবং অবশিষ্ট অংশের সাথে দৃশ্যমান যে বাণী প্রদান করা হয়, তা হল প্রকৃতি এবং সংস্কৃতির ভাগ্য, সঠিক কর্ম বা ন্যায়বিচারের উপর নির্ভর করে না।
25এমনকি ভেতরের শক্তি দিয়ে তাকে পাওয়া যায় না, তার বদলে এই ভাগ্য নির্ভর করে ইঙ্গ-মার্কিন ও পৌরুষের প্রতীক যুক্তরাষ্ট্রে মেরিন বা নৌসেনার হাতে।
26আপনি ঘাতক বাণিজ্যিক কোন প্রতিষ্ঠান অথবা নিরপরাধ নীল চামড়ার আদিবাসী যেই হন না কেন, ইঙ্গ-মার্কিন পুরুষ নৌসেনা ছাড়া আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। সকল কিছুই এক ঘটনা মাত্র এবং প্রতিরোধ করার চেষ্টা বৃথা।我相当意外这么多观众能接受将美军视为敌人的讽刺手法,也很意外他们为部队败亡而喝采,或许只有我觉得好笑,因为最终军事 落败只 是种假设,在画面的视觉震撼下,背后讯息依然强调,自然与文化的命运并非取决于权利、正义或内在力量,而是争端及美国白人男性海军陆战队员介入,无论你是 侵略性的企业,或是英勇的蓝色原住民,只要没有白人男性海军陆战队员就赢不了,其他只是附带产品,抵抗也毫无意义。
27দি ফায়ার কালেকটিভ: ফাইট ইম্পেরিয়ালিজম, রিথিঙ্ক, এন্ড এক্সপেরিমেন্ট, নামক ব্লগে লেখেন এরিক রিবেলারসি। তিনি এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন:但Eric Ribellarsi在The Fire Collective: Fight Imperialism, Rethink and Experiment有异见:
28আমি এই চলচ্চিত্রটিকে সূক্ষ্ম এবং সুন্দর এক চলচ্চিত্র হিসেবে আবিষ্কার করেছি, যা এক উচ্চমানের সাদা চামড়ার সৈনিকের গল্প বলে।
29সাম্রাজ্যবাদের এক পটভূমিতে এই সৈনিক এক আদিবাসী জাতিকে (না'ভিদের) শোষণ এবং দমন করতে যায়।我认为电影既细致又华丽,述说帝国主义下的菁英白人士兵原本要剥削及欺压外星人原住民,后来却受到原住民感化,愿意与原住民为伍对抗帝国主义。
30কিন্তু এই জাতির সংস্পর্শে এসে নিজেই বদলে যায় এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করে।
31আদিবাসী ব্লগার মিন্দানাওয়ান'স ন্যারেটিভস অবতার নামক চলচ্চিত্রটিকে দেখছেন যে কোন এক্টিভিস্টের “স্বপ্নের ছবি” হিসেবে।
32ভদ্রমহিলা তার মাতৃভূমি ফিলইপাইনসের মত সমস্যাকে তুলে ধরা চলচ্চিত্র হিসেবে একে দেখছেন:原住民博客Mindanaoan's Narratives认为该片是「社运份子的美梦」,并对比家乡菲律宾国内情况:
33এই চলচ্চিত্র মিন্দানাও-এর পশ্চাৎভূমির আদিবাসী এবং গ্রাম্য বাসিন্দারা যে সব সমস্যার মধ্যে বাস করছে তার এক প্রতিফলন।
34খনি খনন করা এবং অন্য সব ‘উন্নয়ন প্রকল্পের” সাথে সামরিকীকরণের এক সংযুক্ততা রয়েছে এবং মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে; আদিবাসীদের দিয়ে আদিবাসীদের উৎখাত করা হচ্ছে।
35যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভিত্তিক ব্লগ জর্ডান পস ব্লগ। এই চলচ্চিত্রের ব্যাপারে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে:电影也让我想到民答那峨(Mindanao)地区原住民与乡村居民的奋斗历程,矿业及其他「发展计划」都涉及穷兵黩武与人权侵害,煽动原住民彼此对立。
36না'ভিদের হিসেবের সাথে আদিবাসী আমেরিকানদের হিসেব মেলানো এক লজ্জাহীন এবং থুতু গিলে ফেলার মত বিষয়??।
37এর কারণ আমি মনে করি, তারা যে কোন কিছুকে ইন্ডিয়ান নামক আমেরিকান আদিবাসীদের বিশুদ্ধ অভিজ্ঞতার সাথে মেশাতে চায়, তার বদলে পুরো চলচ্চিত্রটি অরুচিকর এবং বিরক্তিকর।
38না'ভিরা এতটা সাধু এবং পৃথিবীর দমন এতটা শয়তানীপূর্ণ যে, তা দেখে আমার বমি চলে আসে। এটা গল্প বলা নয়।美国乔治亚州博客Jordan Poss Blog采取另一观点:
39এটা ধর্মপ্রচার এবং এটা খুব খোঁড়া এক হিতোপদেশ। আবিগাইল নুসবাউন ইজরায়েলে বাস করা এক ব্লগার যার ব্লগের নাম আসকিং দি রং কোশ্চেন।将纳美人比拟为美国原住民真是既无耻又恶心,并不是我觉得美国原住民经验有何神圣之处,而是整部电影充满令人反胃之处,纳美人在其中犹如圣人,而来自地球的迫害者显然如此邪恶,这种安排让我想吐,这根本不是说故事,而是传教,还是很糟的传教方式。
40তিনি মনে করেন না যে, এই চলচ্চিত্রটি আদিবাসীদের আবেগপূর্ণ ভাবে তুলে ধরেছে:以色列博客Asking the Wrong Questions的 Abigail Nussbaum并不认为本片刻意将原住民拍得很浪漫:
41যখন এই চলচ্চিত্রের প্রোডাকশান ডিজাইনার ব্যাখ্যা করেন যে, এই চলচ্চিত্রে নীল চামড়ার ভিন্ন প্রাণীর সৃষ্টির ধারণা অবচেতনভাবে চলচ্চিত্রকার মুক্ত করে দেন।
42একটা গল্প বলার ক্ষেত্রে এটাকে হয়তো বর্ণবাদী চিন্তাধারা মনে হতে পারে। যদি তা মানবের বেলায় বলা হয়ে থাকে, তা হলে যা বলা হয়েছে, তাতে কোন সমস্যা নেই।电影设计者表示,制作这些蓝皮肤的外星人时,让导演能够自由地说故事,不必担心以人类为角色会被冠上种族主义之名,虽然他表示,这些外星人与美国原住民的差异只有蓝皮肤,我也不觉得有什么问题,身为博客的我还有什么好说呢?
43সেক্ষেত্রে এই বাস্তবতা সত্ত্বেও কোন সমস্যা নেই এই কারণে যে, এই ভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে পরিচিত আমেরিকান আদিবাসীদের পার্থক্য কেবল নীল চামড়ায়।
44এক বিনীত ব্লগারের এর সাথে আর কি যুক্ত করার রয়েছে?校對:Portnoy