# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়াতে সন্ত্রাস দমন | 印度尼西亚:剿灭恐怖主义行动 |
2 | গত ৮ই আগস্ট ইন্দোনেশিয়ার টেলিভিশনে এক রিপোর্ট দেখিয়েছিল জাভা দ্বীপের মধ্যভাগে অবস্থিত শহরতলী তেমানংগুং শহরে সন্ত্রাস বিরোধী ইউনিট দেন্সাস ৮৮ এবং পুলিশ বাহিনীর সাথে আর একদল মানুষের মধ্যে বন্দুক যুদ্ধ। | |
3 | সেই সম্ভাব্য দলটি হচ্ছে শীর্ষ সন্ত্রাসী নুরুদ্দিন মোহাম্মাদ টপ আর তার সাঙ্গপাঙ্গরা এবং তাদেরই চারিদিকে খোঁজা হচ্ছে । মালয়েশিয়ার নাগরিক নুরুদ্দিন টপ বালি দ্বীপের বিনোদন কুঞ্জে আর সম্প্রতি জাকার্তায় দুটি বিস্ফোরণের জন্যে দায়ী বলে মনে করা হয়। | 印度尼西亚电视台于8月8日报导反恐单位、警察与一群男子发生枪战,其中据信包括印度尼西亚头号通缉恐怖份子托普(Noordin Mohammed Top)及其党羽,托普为马来西亚公民,据说策划先前峇里岛(Bali)爆炸案,以及今年在首都雅加达(Jakarta)的双重爆炸案。 |
4 | নুরুদ্দিন জাভার আশপাশে যাযাবরের মতো অনেক বছর ধরে আছে আর আত্মঘাতী বোমা হামলাকারীদের নিয়োগ করেছে, যাদের একজন ছিল ১৮ বছরের দানি দেউ পেরমানা, যে গত মাসে জে ডাব্লু ম্যারিয়ট হোটেলে বিস্ফোরণ ঘটিয়েছিল। | |
5 | দানি বিশ্বাস করত যে ইসলাম এখন বিশৃঙ্খলার মধ্যে আর কেবল জিহাদ এটা শুদ্ধ করতে পারে। গোলাগুলির কয়েক দিন পরে, মিডিয়া জানায় যে সর্ব শেষ নিহত সন্ত্রাসী নুরুদ্দিন না, সে নুরুদ্দিনের সহমর্মী এবং জে ডাব্লু মেরিয়ট হোটেলের কর্মী ইব্রোহিম। | 托普据传在爪哇(Java)地区生活多年,不断积极招募自杀炸弹客,例如Dani Dwi Permana年仅18岁,才在今年7月犯下雅加达万豪酒店(J. |
6 | সেই এই পাঁচ তারা হোটেলের ভেতরে বিস্ফোরক দ্রব্য পাচারে সাহায্য করে। | W. |
7 | টি এন্ড পলিটিক্স ব্লগের এংরি ইনফিডেল বলেছেন: খারাপ খবর: নিহত ব্যক্তি একজন ফল বিক্রেতা আর নুরুদ্দিনের অনুরাগী/সমর্থক | Marriott)攻击案,他认为伊斯兰教目前一片混沌,唯有圣战才能净化一切。 |
8 | নুরুদ্দিন ভালো করে জানে পুলিশকে কিভাবে ফাঁকি দেয়া যায় আর তার সময় ব্যয় করছে তার সমর্থকদের নেটওয়ার্ক বাড়াতে। | 枪战发生后几天,媒体报导遭格毙者并非托普,而是Ibrohim,该名死者也支持托普,并在万豪酒店爆炸案中,将爆裂物偷渡进入饭店内。 |
9 | তারা এটাও মনে করেন যে সে একটা ‘পপ স্টারের' মতো যা ব্যাখ্যা করে যে অন্য কোন লোক তার জায়গায় মরতে রাজি হয়ে যায় (আর অবশ্যই সম্ভাব্য মগজ ধোলাই করা যেমন তার সঙ্গীদের করে থাকে)। | |
10 | তার উপাখ্যান (আর এর ফলে সৃষ্ট তার অনুগ্রাহীরা) আর যারা বালি বোমা হামলার বিচার কার্যের সাথে যুক্ত ছিল তাদেরকে মেরে ফেলার সম্ভাবনা এখন বেড়ে গেছে: কোন বুদ্ধিমান সরকার তার নিহত হওয়া নিয়ে কোন কথা বলত না, যদি সম্ভাবনা থাকত (যদিও সেটা খুব কম) তার বন্দিত্ব থেকে পালানোর। | |
11 | বিশেষ করে নুরুদ্দিন এর আগে পুলিশের কাছ থেকে বার বার পালিয়েছে। | Tea and Politics博客的Angry Infidel表示: |
12 | আমরা জানতে পেরেছি প্রেসিডেন্ট সুসিলো বাম্ব্যাং ইয়োধোইয়োনো নুরুদ্দিনের হত্যা তালিকার শীর্ষে আছেন। | 坏消息:枪战死者是位花商,也是托普的支持者。[ …] |
13 | অনলাইন সংবাদ পোর্টাল দেতিক অনুসারে, ইব্রোহিমকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল পশ্চিম জাভার চিকেসে প্রেসিডেন্ট সুসিলো বাম্ব্যাং ইয়োধোইয়োনোর বাসস্থানে হামলা চালানোর জন্য। | 托普熟知如何躲避警察,并想尽办法拓展支持者网络,有些人甚至把他当成「巨星」,故会有人愿意替他去死(这当然可能是某种宗教洗脑行为),有关他的传说及支持者与日俱增,也有许多人相信参与峇里岛爆炸案审判者都会遭到杀害。 |
14 | ৩৬ বছরের চার বাচ্চার বাপ একই ইব্রোহিম গোয়েন্দা বিশেষজ্ঞ দ্বারা নুরুদ্দিনের ঘুমন্ত বাহিনী হিসেবে চিহ্নিত, যার মানে কাজ শেষ করার পরে সে সমাজে সোজা মিশে যেতে পারত। | 只要托普有可能逃离现场,官员都不愿轻易证实他是否已死亡的传言,尤其他过往己曾多次消失在警方面前;我们现在也知道,总统尤多约诺(Susilo Bambang Yudhoyono)即在托普的死亡名单第一位。 |
15 | ব্লগার পাতুং নুরুদ্দিনের সর্বোচ্চ সন্ত্রাসী সেলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ইউনিট ৮৮ এর অভিযানের ম্যাপ পোস্ট করেছেন। পাতুঙ্গের পোস্টে পারভিতা মন্তব্য করেছেন: | 网络新闻入口网站Detik指出,这位死者原本准备要攻击尤多约诺在西爪哇地区Cikeas的官邸[印度尼西亚文],Ibrohim现年36岁,育有四名子女,印度尼西亚恐怖份子专家将他列为「沉睡大军」,亦即这些人完成任务后,可立即再度融入社会中。 |
16 | একজন নুরুদ্দিন মারা গেলে, শত শত নুরুদ্দিন জন্ম নেয়। | Patung张贴反恐部队清剿托普巢穴时的行动地图。 |
17 | নুরুদ্দিন তার শিক্ষা ছড়িয়ে দিয়েছে। | Parvita在Patung的文章后留言: |
18 | আমি অবাক হয়েছি যে পুলিশ আগস্টে বোমা হামলা করতে চাওয়া ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছে। আমি আসলেই জানতে চাই এই আত্মঘাতি হামলাকারীর মাথায় কি আছে। | 就算死了一个托普,还有成千上万个托普存在,他已四处散播教义,警方能在八月破获即将进行自杀炸弹攻击者,着实令我意外,我真想知道他们心里在想些什么。 |
19 | পাতুঙ্গের পোস্টে ওডিনিউস ও মন্তব্য করেছেন এই বলে: ভালো নিষ্কৃতি। | Odinius的留言则说: |
20 | দুর্ভাগ্য বশত: চরমপন্থী শূকর, যেসব ভেড়া তাদেরকে অনুসরণ করে, আর যেসব বেজী তাদেরকে জনসম্মুখে সমর্থন করে সম্ভবত যে কাউকে বোমা আক্রমণের জন্য দায়ী করবে। যে কোন যৌক্তিক মানুষ, এই সিদ্ধান্ত নেবে যে এটা ইন্দোনেশিয়ার ভিতরের ইসলামের সমস্যা, আর ইন্দোনেশিয়ার মুসলিম দ্বারা অনেকাংশে এটার প্রতিকার করতে হবে। | 干得好,可惜这些极端主义的猪、盲从的羊,和那些公开为他们辩护的黄鼠狼还会继续存在,继续将爆炸案怪到他人头上,不过任 何有理 智的人都明白,这些印度尼西亚伊斯兰教内部的问题,主要必须由印度尼西亚穆斯林来解决,这才是解决之道,我不是要忽视非穆斯林的角色,也不是淡化反恐小姐 的情报与资 金,但政府是否有能力将这些混蛋揪出来,取决于大众是否厌恶爆炸案,以及反对恐怖份子所代表的扭曲伊斯兰教义,这种情绪在七月份的爆炸案后比以往更明显。 |
21 | এটাই হয়েছে। | 人们也透过Twitter展现对警方及反恐小组的支持: |
22 | অমুসলিম ইন্দোনেশিয়ানদের ভূমিকা ছোট বা পাশ কাটিয়ে না দেখে, বা বাইরের সরকার কর্তৃক ইন্দোনেশিয়াকে ইন্টেলিজেন্স আর দেন্সাস ৮৮ বাহিনীর জন্য অর্থ দিয়ে। | |
23 | কিন্তু সরকারের ক্ষমতা রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে এদের কে ধরা মূলতঃ বোমা আক্রমণের সাধারণ ঘৃণার ধারণার সাথে সম্পর্কিত আর ইসলামের যে বিকৃত রূপ এরা তুলে ধরে। | |
24 | জুলাই থেকে যতটা দেখা যাচ্ছে এটা প্রথম দিকের বোমা হামলায় দেখা যেত না। টুইটারের মাধ্যমে, মানুষ পুলিশ আর দেন্সাস ৮৮ বাহিনীর প্রাপ্তিতে তাদের সন্তুষ্টি জানিয়েছেন। | @yangmaulana:无论死者是不是托普,我们都以反恐小组为傲,各位做得很好,尤其是在Bekasi的行动。 |
25 | নুরুদ্দিনটপ হোক বা না হোক, আমরা তোমাদের সাফল্যে গর্বিত দেন্সাস ৮৮ বাহিনী। বিশেষ করে বেকাসীর অভিযানের জন্যে। | @arc_165:死者是Ibrohim,而非托普,恭喜印度尼西亚警方与反恐小组,他们在处理印度尼西亚恐怖主义上又迈进一大步。 |
26 | @ইয়াংমাওলানা এটা ইব্রোহিম ছিল, নুরুদ্দিন না। | 总统尤多约诺在独立纪念日之前的演说[印度尼西亚文]中,也提到警方的英勇成就: |
27 | ইন্দোনেশিয়ার পুলিস আর দেন্সাস ৮৮ কে সাধুবাদ, যারা ইন্দোনেশিয়াতে সন্ত্রাসবাদ দমনে বড় পদক্ষেপ নিয়েছেন। প্রেসিডেন্ট সুসিলো বাম্বাং ইয়োধোইয়োনো স্বাধীনতা দিবসের আগে দেয়া তার ভাষণে জাতীয় পুলিশ বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন। | 在此伟大时刻,我想对印度尼西亚警方致谢与致敬,感谢他们不辞辛劳,展现勇气消灭国内恐怖主义行为,我要求警方与安全人员绝不能有丝毫懈怠,继续维持警戒,无论这些份子的藏匿地点、身分及动机为何,都要根除任何恐怖行为。 |
28 | এই চমৎকার সুযোগে, আমি আমার কৃতজ্ঞতা আর সর্বোচ্চ সম্মান জানাতে চাই ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের পুলিশ বাহিনীকে তাদের ক্লান্তি হীন চেষ্টা আর আমাদের মাতৃভূমিতে সন্ত্রাসবাদের কাজ শেষ করতে তাদের সাহসের জন্য। | |
29 | আমি পুলিস আর অন্যান্য জাতীয় নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছি তাদের সতর্কতা কখনো না কমানোর জন্য। | 校对:Soup |
30 | সতর্ক থাকুন আর সন্ত্রাসবাদের কারণ গোঁড়াতে শেষ করতে আর থামাতে চেষ্টা করুন, যেখানেই সেটা থাকুক, যারাই তারা হোক আর তাদের উদ্দেশ্য যাই হোক। | |