# | ben | zhs |
---|
1 | যুক্তরাষ্ট্র: ২২শে ফেব্রুয়ারী ২০১০ থেকে অনিবন্ধিত ছাত্রছাত্রীরা সপ্তাহব্যাপী কর্মসূচী শুরু করেছেন | 美国:违法居留学生「梦想行动周」 |
2 | নতুন এক বছরের আগমন সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অবস্থিত অনিবন্ধিত ছাত্রছাত্রীদের নাগরিকত্বের ব্যাপারে কিছু করা হয়নি, তাই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে যাচ্ছেন। | 新的一年开始,美国违法居留学生尚未取得公民权机会,不过社运人士仍持续动员。 |
3 | ২২শে ফেব্রুয়ারী থেকে শুরু করে ড্রিম একশন সপ্তাহ পালন করবেন ড্রিম অ্যাক্টের সমর্থকরা (এটি একটি প্রস্তাবিত ফেডারেল বিল যা প্রায় ৬৫,০০০ এর বেশী যুক্তরাষ্ট্রে আসা ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে পারে বৈধ নিবাসের অধিকার পেতে)। | 自2月22日开始,「梦想法案」(DREAM Act)将举办「梦想行动周」,声援这项联邦法案,让超过6. 5万名幼时来到美国的学生有机会取得合法居留身分。 |
4 | যদিও একই ধরনের বিল ২০০১ সাল থেকে প্রস্তাব করা হচ্ছে, ২০০৭ থেকে কংগ্রেসে ঝুলে আছে ড্রিম অ্যাক্টটি, যার সাথে বিদেশী নাবালকদের জন্যে উন্নয়ন, ত্রাণ আর শিক্ষা অ্যাক্টের সাথে মিল আছে। কংগ্রেস পাশ করে দিলে আর প্রেসিডেন্ট বারাক ওবামা এটাকে আইন হিসাবে সই করলে, যেসব অনিবন্ধিত ছাত্র আমেরিকাতে ১৬ বছর বয়সের আগে এসেছে তাদেরকে ‘শর্তসাপেক্ষে স্থায়ীভাবে বসবাসের অধিকার‘ দেয়া হবে। | 2001年便曾有议员提出类似法案,不过新版「梦想法案」自2007年便困在国会至今,「DREAM」(梦想)一词为「发展、救济、教育外 籍少数族群」的英文缩写,若经国会通过、总统签署生效,16岁之前来到美国的违法居留学生将获「有条件永久居留权」。 |
5 | যদিও প্রস্তাবিত ফেডারেল বিলকে থামিয়ে রাখা হয়েছে, রাষ্ট্রের আইন প্রণেতারা অন্যান্য আইন পাশের কথা চিন্তা করেছেন যা অনিবন্ধিত তরুণদের ফ্লোরিডা আর টেনেসিতে থাকতে সাহায্য করবে। | 此刻联邦法案没有进展,故佛罗里达 州、田纳西州等地州议会已考虑通过其他法条,帮助当地违法居留的年轻人。 |
6 | আইন প্রণয়নকারী পর্যায়ে থেমে থাকা চেষ্টা সত্ত্বেও, ড্রিম অ্যাক্টিভিস্ট আর ইউনাইটেড উই ড্রিম নেটওয়ার্ক এর মতো দল সমর্থকদের আমন্ত্রণ করছেন বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণের জন্য- ‘ওয়েবিনারস' - যুক্তরাষ্ট্রে ‘ন্যায় আর মানবিক অভিবাসন সংস্কার' এর প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য। চারটে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: মূল নীতি, সমর্থক সংগ্রহ, আইনগত বিশ্লেষণ আর স্থানীয় মিডিয়ার সাথে যোগাযোগ। | 无论立法速度快慢,DREAM Activist及United We Dream Network等团体都邀请支持者参与免费网络训练课程(webinars),以推广美国「正义与人性移民改革」,目前共有四项课程:基本指南、募集支持者、立法分析、联络地方媒体。 |
7 | আবার ইন্টারনেট আর নাগরিক মিডিয়ার ক্ষমতা ব্যবহার করে অ্যাকশন সপ্তাহের কথা ড্রিম কর্মীরা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে। ইমিগ্রান্টস ইন ইউএসএ এর ব্লগাররা এই তথ্য আবার পোস্ট করেছেন, আর শত শত টুইটার ব্যবহারকারী এটা নিয়ে টুইট করছেন। | 社运团体再次运用网络及公民媒体力量,藉由不同社会媒体平台散播「梦想行动周」讯息,Immigrants in USA博客转载资讯,还有许多相关Twitter讯息。 |
8 | এশিয়ান প্যাসিফিক আমেরিকানদের অগ্রগতির জন্য ওয়েবসাইটে একজন দক্ষিণ কোরিয়ান-আমেরিকান ব্লগার লিখেছেন ড্রিম অ্যাক্টের গুরুত্ব সম্পর্কে এবং সাথী অনিবন্ধিত ছাত্রদের অনুরোধ করেছেন বাধা সত্বেও ‘চুপ বা লজ্জিত' না হতে। তিনি আরো লিখেছেন যে এই ব্যাপারটা কেবল ল্যাটিন আমেরিকার লোকদের মধ্যে সীমাবদ্ধ না বরং এশিয়ান আমেরিকানদের জন্যেও প্রযোজ্য। | 在Asian Pacific Americans for Progress网站上,一个韩裔美国人博客指出,虽然困难重重,但「梦想法案」仍非常重要,并呼吁违法居留学生不要「沉默或感到羞愧」,她也提到不只是拉丁美洲人士,许多亚裔人士也面临相同问题: |
9 | এখন পর্যন্ত আমার ৩. | 目前我的GPA是3. |
10 | ৮ জিপিএ অর্জন আছে আর আমি কার্যকরভাবে একটা কমিউনিটিতে যুক্ত। আমি কঠোর পরিশ্রম করি এটা দেখাতে যে এই দেশে সব কিছু সম্ভব, আমার অনিবন্ধিত থাকা অবস্থায়ও। | 8,也积极参与社区工作,我努力要用自已证明,虽然违法居留,在美国一切都有可能成真,我也会继续努力成为他人典范,尤其是在亚裔社群里努力。 |
11 | আর অন্য মানুষের কাছে নিজেকে রোল মডেল হিসাবে তুলে ধরার চেষ্টা আমি করেই যাব, বিশেষ করে এশিয়ান আমেরিকান সমাজে। | 还有无数亚裔违法居留学生像我一样,都在努力过着正常生活,移民显然不只是拉美人士问题,也影响到所有人。 |
12 | হাজার হাজার এশিয়ান আমেরিকান অনিবন্ধিত ছাত্র আছে যারা আমার মতো স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছে। পরিষ্কারভাবে, অভিবাসন কেবলমাত্র ল্যাটিনদের ব্যাপার না, এটার প্রভাব সবার উপরে পড়ে। | Kemi Bello在Change.org网站写道,虽然奋斗已将近九年,但为维持社会热情,国内资深学生组织United States Student Association通过决议,在2010年将支持移民改革与梦想法案列为首务: |
13 | নয় বছর আটকে থাকার পরেও গতি ঠিক রাখতে, কেমি বেল্লো চেঞ্জ. অর্গ ব্লগে লিখেছেন যে যুক্তরাষ্ট্র ছাত্র এসোসিয়েশন, বেশ পুরানো একটি ছাত্র সংঘ, অভিবাসন সংস্কারের আর ড্রিম অ্যাক্ট এর সমর্থনে একটা প্রস্তাব পাশ করেন যাকে তারা ২০১০ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। | 该组织董事会成员全数是全国各地大学生,在超过400所大学均有据点,这个广大学生联盟决定将「梦想法案」与「学生援助改革」列为2009年至2010年立法优先项目,之所以决定支持,主要是因为「梦想法案」等项目照顾到幼时便前来美国的违法居留年轻人。 |
14 | ইউএসএসএর পরিচালনা বোর্ড পুরোপুরি দেশব্যাপী কলেজ ছাত্র দ্বারা গঠিত, আর এই সংস্থার কার্যকর উপস্থিতি আছে ৪০০র উপরে ক্যাম্পাসে। | 不过Kemi Bello强调,这项运动并不仅限于违法居留学生,而开放所有人参加: |
15 | আর ছাত্রদের এই বিস্তৃত সংঘ ড্রিম অ্যাক্ট বানানোর সিদ্ধান্ত নেন, স্টুডেন্ট এইড রিফর্মের সাথে, যা ২০০৯ আর ২০১০ সালে তাদের প্রধান একটা নির্বাহী গুরুত্বপূ্র্ণ কাজ ছিল। | |
16 | সিয়াইয়ার আসাপকে সমর্থন করার তাদের সাম্প্রতিক সিদ্ধান্ত অনেকটা এই বাস্তবতা থেকে আসছে যে আইনে একটা ড্রিম অ্যাক্ট অংশ আছে যেটা অনিবন্ধিত তরুণদের কষ্টের কথা বলে যারা আমেরিকাতে অল্প বয়সে আসে। | |
17 | কিন্তু বেল্লো তার ব্লগে দেখেছেন যে প্রচারণা কেবল অনিবন্ধিত ছাত্রদের ক্ষেত্রেই না সকলের জন্য। ছাত্রদের কন্ঠ- তা অনিবন্ধিত ছাত্র, নাগরিক ছাত্র, সমকামী ছাত্র, অশেতাঙ্গ ছাত্র, সংখ্যালঘু ছাত্র বা প্রবীন ছাত্রই হোক- আমেরিকাতে জেগে উঠছে। | 无论是违法居留、公民、同性恋、双性恋、跨性别、有色人种、少数族裔、退伍军人,学生的声音都正在美国觉醒。 |
18 | ড্রিম অ্যাক্টের উপরে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ পাতা দেখুন আমেরিকাতে অনিবন্ধিত তরুণদের নিয়ে আরো গল্পের জন্য। | 校对:Soup |