Sentence alignment for gv-ben-20110331-16621.xml (html) - gv-zhs-20110329-8419.xml (html)

#benzhs
1লিবিয়া: নাগরিকরা রণাঙ্গন থেকে সংবাদ প্রদান করছে।利比亚:战地公民报导影片
2এই পোস্টটি লিবিয়া গণজাগরণ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার ভেতর থেকে একে একে ভিডিও প্রকাশ হচ্ছে, যেখানে প্রতিবাদকারীরা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির সেনাদের সঙ্গে লড়ছে, তার ৪২ বছরের শাসনের অবসানের লক্ষ্যে।
4এখানে নেট নাগরিকদের (নেটিজেনদের) তোলা সাম্প্রতিক কিছু ভিডিও রয়েছে, যেগুলো লিবিয়ার প্রধান প্রধান শহরের যুদ্ধক্ষেত্রে থেকে নেওয়া হয়েছে, যেখানে লিবিয়ার জন্য এখনো যুদ্ধ চলছে।
5আজদাবাইয়া নামক শহরটি বেনগাজি থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা মার্চের মাঝামাঝি সময়ে গাদ্দাফির সেনারা দখল করে নেয়। এই শহরের ১৩০,০০০ জন বাসিন্দাদের অনেকে পালিয়ে যায়, পেছনে রেখে যায় এক ভূতড়ে শহর।利比亚抗议群众持续对抗执政42年的格达费(Muammar Gaddafi)政权,在战乱之际,各种影片也不断外流,以下收集部分民众在各个战地城市所拍下的画面。
6অবশিষ্ট সামান্য কয়েকজন বাসিন্দা যারা এই শহরে রয়ে গেছে তারা কঠোর দখলদারিত্ব এবং প্রতিদিনের বোমাবাজির মধ্যে পড়ে রয়েছে। এখন এটি এমন এক শহর যেখানে পানি এবং বিদ্যুৎ-এর ঘাটতি দেখা দিয়েছে।阿杰达比亚(Ajdabiya)位于班加西(Benghazi)以南160公里处,于三月中落入政府军之手,当地13万居民大多逃离,留下 一座鬼城,少数未离开者生活没有水电,还得忍受种种折磨与每日轰炸。
7যখন ক্যামেরাম্যান একজন তরুণকে জিজ্ঞেস করে, কি ভাবে সে এখানে টিকে আছে? সে উত্তর দেয়, আমরা এক আতঙ্কের রাজ্যে বাস করছি।以下这段影片记录市区所受的损伤,掌镜者询问街上一名年轻男子如何度过这段时间,他回 答“我们一直生活在恐惧之邦”,并高举胜利手势(影片来自benghazi17feb)。
8এই সময় সে তার হাত তুলে, দুই আঙ্গুল দিয়ে বিজয়ের চিহ্ন প্রদর্শন করে। (ভিডিও পোস্ট করেছে বেনগাজি১৭ফেব)星期六早上,联军空袭格达费的部队后,民主派人士终于能再度进入市区,这是国际社会对利比亚实施禁航区之后,在野阵营第一场重大胜利。
9শনিবারে সকালের শুরুতে গাদ্দাফির সেনাদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষের পর গণতন্ত্র-পন্থী যোদ্ধারা আবার শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়। লিবিয়ার আকাশ “বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞা এলাকা' ঘোষনার পর, এটি সেখানকার বিরোধীদের বড় আকারের এক সাফল্য এনে দিল।阿兹辛坦(Az Zintan)座落于首都的黎波里(Tripoli)西南方160里处,冲突持续上演,政府军不断炮击市区多日,企图迫使民主派部队撤退,以下影片中,反抗军在市郊重要地点击退效忠格达费的势力(影片来自zintan2011)。
10এজেড জিনতান, লিবিয়ার রাজধানী ত্রিপোলির ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক শহর, এখানে এখন এক যুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থী যোদ্ধাদের এই শহর থেকে বের করে দেবার জন্য গাদ্দাফির সেনারা দিনের পর দিন এই শহরে বোমা বর্ষণ করে যাচ্ছে।米斯塔拉(Mistara)是国内第三大城,民主派人士于二月攻占当地后,便引发政府部队迅速猛攻,据称官方派遣战舰驶入港口,以强大武力 于三月中重新掌控当地;米斯塔拉情况至今未明,尽管联军攻势一度让亲政府部队停火,炮击目前仍在继续。
11নীচের ভিডিওতে দেখা যাচ্ছে, এই লড়াইরত শহরটির বিশেষ জায়গায় বিদ্রোহীরা, গাদ্দাফির অনুগত সেনাদের বিরুদ্ধে জয়ের দাবি করছে (ভিডিও পোস্ট করেছে জিনতান২০১১)
12মিসুরাতা হচ্ছে লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর। ফ্রেব্রুয়ারি মাসে গণতন্ত্রী-পন্থীরা এই শহরটি দখল করে নেয়, ফলে এই শহর দ্রুত গাদ্দাফি-পন্থী সেনাদের পাল্টা হামলার শিকার হয়।以下影片拍下市民所面对的暴力,一座清真寺尖塔沦为 攻击目标,在连续受创后倒塌(影片来自ibnomar2005)。
13সংবাদে জানা গেছে যে, শাসক গাদ্দাফি এই শহরের সমুদ্র বন্দরে যুদ্ধ জাহাজ পাঠায়, যেখান থেকে প্রচণ্ড বোমা বর্ষণ করে এবং মার্চের মাঝামাঝি সময়ে শহরে প্রবেশ করতে সমর্থ হয়।
14মিসুরাতার পরিস্থিতি কি, তা এখনো পরিষ্কার নয়।另一段画面同样出于米斯塔拉,据称是殂击手布署在屋顶(影片来自TheLibyaFreedom)。
15গাদ্দাফির অনুগত সেনারা ক্রমাগত শহরটিতে বোমা বর্ষণ করে যাচ্ছে, যদিও যৌথ বাহিনীর বিমান অর্ন্তবর্তীকালীন বোমাবর্ষণ বন্ধ করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে।
16নীচের ভিডিওটি সংঘর্ষের দৃশ্য প্রদর্শন করছে, এই শহরটি যার মুখোমুখি হয়েছে: এখানে একটি মিনারকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
17যতক্ষণ না সেটি ধ্বংস হয়, ততক্ষণ পর্যন্ত এটিকে বারবার নানাবিধ অস্র দিয়ে আঘাত করা হয়।( ভিডিওটি পোস্ট করেছে ইবনোমার২০০৫):http://www.youtube.com/watch?
18এছাড়াও মিসুরাতা থেকে, এই ভিডিটিও পাওয়া গেছে।v=VY8RqPW9EoI
19এখানে দাবি করা হচ্ছে যে দুর থেকে গুলি ছোড়ার জন্য ছাদে গাদ্দাফির যোদ্ধারা অবস্থান গ্রহণ করেছে। দাবির সাপেক্ষে এই ভিডিওটি প্রদর্শন করা হয় (ভিডিওটি পোস্ট করেছে দিলিবিয়াফ্রিডম):利比亚东部的班加西是反抗军重镇,在2月17日抗争初期便已攻下,3月18日,格达费的部队企图夺回班加西,但遇上在野阵营反击,不过效军格达费的民兵在夜间继续活动,民众因此组织巡守队,捍卫自己的社区,如影片所示(影片来自AliveinLibya)。
20বেনঘাজির পূর্ব এলাকায় গণতন্ত্রপন্থী যোদ্ধাদের অবস্থান শক্তিশালী, যারা ১৭ ফ্রেব্রুয়ারির গণজাগরণের শুরুতেই এই এলাকা দখল কর ফেলে।
21মার্চের ১৮ তারিখে, গাদ্দাফির সেনাদল আবার এই শহরটি দখল করার চেষ্টা করে, যা বিরোধী শক্তির বাঁধার মুখে প্রতিহত হয়, কিন্তু লিবিয়ার নেতার অনুগত আধাসামরিক বাহিনীর সদস্যরা রাতের বেলায় শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
22নাগরিকরা প্রতিরোধ কমিটি গঠন করে, কেন্দ্রীয় এলাকা পাহার দিচ্ছে এবং হামলা প্রতিরোধ করছে, যেমনটা নীচের ভিডিওতে দেখা যাচ্ছে।( ভিডিওটি পোস্ট করেছে আলভিয়েনলিবিয়া):自抗争起始以来,政府一直固守首都的黎波里,国营电视台试图呈现出,当地满是格达费的支持者,不过在以下影片中,显然是首都居民的抗争者高 喊反格达费口号,而枪声不绝于耳,显然是对准他们;其中一人表示,“军方并非对空鸣枪”,另一人则要求摄影者继续拍摄。
23এই গণ জাগরনের শুরু থেকে ত্রিপোলি শাসকদের এক শক্তিশালী ঘাঁটি হয়ে আছে। রাষ্ট্র পরিচালিত টেলিভিশন এই শহরটিকে গাদ্দাফির পুরো অনুগত এক শহর হিসেবে চিত্রিত করতে চায়।抗议群众高呼“世上只有真主,格达 费是真主之敌…的黎波里人民何在”(影片来自QuatchiCanada)。
24তবে নীচের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেখানকার এই বিক্ষোভকারীরা নিজেদের পরিষ্কার ভাবে রাজধানী শহরের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে, তারা লিবীয় নেতার বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, দৃশ্যত মনে হচ্ছে সে সময় তাদের লক্ষ্য করে বন্দুকের গুলি ছোড়া হচ্ছিল।
25স্লোগান প্রদানকারীদের একজন বলেন, “তারা আকাশের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছে না”। এদিকে আরেকজন বিক্ষোভকারী ক্যামেরাম্যানকে ভিডিও ধারণ করার ঘটনাটি চালিয়ে যেতে বলে।http://www.youtube.com/watch?
26এখানে শোনা যাবে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, আল্লাহ ব্যতিত কোন উপাস্য নাই, গাদ্দাফি স্রষ্টার শত্রু..
27ত্রিপোলির জনতা কোথায়” (ভিডিও পোস্ট করেছ কোয়াতাচিকানাডা)v=Fz5WRXlK7qU
28২৯ মার্চের তাজা সংবাদ: এই ভিডিওটি আর এখানে নেই, ইউটিউবের এক লেখায় জানানো হচ্ছে, ব্যবহারকারী এই ভিডিওটি সরিয়ে ফেলেছে।
29এই পোস্টটি লিবিয়া গণজাগরণ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।