Sentence alignment for gv-ben-20100603-11128.xml (html) - gv-zhs-20100617-5242.xml (html)

#benzhs
1দক্ষিণ আফ্রিকা: ২০১০ বিশ্বকাপের অর্থনৈতিক লাভ যখন আমরা বিশ্বের কোন প্রধান অনুষ্ঠানের কথা বলি তখন সব সময় এর মজার দিকগুলো তুলে ধরি।南非:2010世界杯带来的经济效益
2তবে এর একটি বিপরীত দিকও থাকে যেখানে কর্পোরেট গুরু বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রভাব বিস্তার করে। আফ্রিকা মহাদেশের কয়েকজন ব্লগার উল্লেখ করেছে যে ২০১০ সালে বিশ্বকাপের আয়োজন করে কারা সৌভাগ্যবান এবং ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হতে যাচ্ছে।大家想到国际主要运动赛事时,总是聚焦在趣味的那一面,然而还有另外一面,也就是企业大师们跟商业领域这一面。
3উল্লেখ্য এইসব ব্লগারদের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকার-যে দেশটি এবার বিশ্বকাপের আয়োজক।来自非洲不同国家的博客讨论起2010年世界杯带来的机会跟利益,当然,大多数博客来自地主国南非。
4দক্ষিণ আফ্রিকার ফুটবল সমর্থক南非足球迷
5এই বিষয়ে আমরা দিস্পোটর্সইকোনমিষ্ট থেকে উদ্ধৃত করা শুরু করবো, যে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তৈরি করা বিশ্বকাপ সংক্রান্ত অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরছে: এ বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ নিয়ে বিবিসির এই প্রবন্ধে এই বিশ্বকাপের ব্যয় ও আয়ের বেশ কিছু হিসেব রয়েছে।首先,我们看看 TheSportsEconomist (运动经济学家)在博客上整理的世界杯相关金额数字:
6(এসব হিসেব করা হয়েছে ব্রিটিশ পাউন্ডে) • ফিফার হিসেব মতে এবারের বিশ্বকাপ থেকে আয় হবে: ২. ১ বিলিয়ন পাউন্ড • ফিফার বাজেট বা ব্যয়: ৮৮০ মিলিয়ন পাউন্ড • প্রশিক্ষণ শিবিরগুলোর অবস্থা উন্নতির জন্য সম্প্রতি তার ব্যয় বেড়েছে: ৬৭ মিলিয়ন পাউন্ড • এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার ব্যয়: ৩.这则BBC的报导提供了不少关于南非举办世界杯的成本跟营收数字,其中包括了(以英镑计价): •FIFA预期收益:21亿英镑 •FIFA的预算: 8亿英镑 • 近期增加开支-确保训练营水准:6千7百万英镑(包含在前项) • 南非的预算:35亿英镑,或国内生产毛额的1.
7৫ বিলিয়ন পাউন্ড অথবা জিডিপির ১. ৭২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার এই ব্যয়ের মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে ১০ টি স্টেডিয়াম নির্মাণ ও সেগুলোর সংস্কার কাজ পরিচালনা করা, পরিবহন খাতের উন্নয়ন ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।72% 花在南非的开支是用来新建或改建十座场馆、改善交通基础建设与安全条件。
8এখানে আপনি স্টেডিয়ামগুলো সম্বন্ধে জানতে পারবেন।你可以稍微瞭解一下这些场馆,外观看起来设计地挺巧妙…
9তাদের দেখে মনে হচ্ছে বেশ সুন্দরভাবে (দক্ষতার) সাথেই তাদের ডিজাইন বা নকশা তৈরি করা হয়েছে…但南非能赚多少钱呢?
10কিন্তু এই প্রতিযোগিতা থেকে দক্ষিণ আফ্রিকা কি পরিমাণ আয় করতে পারবে?政府没有提供任何数字告诉我们这个国家预计能有多少获利。
11এই দেশটি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি পরিমাণ আয় করতে যাচ্ছে সে সংক্রান্ত কোন তথ্য প্রদান করা হয়নি। তবে আসুন কাগজের উল্টো পিঠে এ সংক্রান্ত একটা হিসেব কষে ফেলি।但让我们简单随手算算,48组初赛、15场决赛,还有决定第三名 的比赛。
12বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মোট খেলার সংখ্যা ৪৮ টি।十个比赛场馆的平均容量只略高于五万六千人。
13হারলেই বাদ (নক আউটস স্টেজ) এভাবে খেলা হবে ১৫টি, তৃতীয় স্থান নির্ধারনের জন্য একটা খেলা সহ মোট খেলা হবে (মোট ৬৪টি খেলা)।每张票平均价格差不多是200美金(这是取所有票种票价的中位数,其实有点高)。
14দশটি স্টেডিয়ামের প্রতিটির গড় দর্শক ধারণ ক্ষমতা ৫৬,০০০।如果每张票都卖 200美金,那卖票的总收入就是七亿一千七百万美金…。
15স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার জন্য গড়ে একটি টিকিটের দাম ২০০ ডলার মধ্যে পাওয়া সম্ভব (সাধারণ দুই ধরনের টিকেটের দামের মাঝামাঝি একটা হিসেব করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা অনেকটা গ্রহণযোগ্য), যদি সকল খেলার টিকিট গড়ে ২০০ ডলার মূল্যে বিক্রি হয়ে যায়, তা হলে কেবল টিকিট বিক্রি থেকে আয় হবে ৭১৭ মিলিয়ন ডলার (… এই প্রবন্ধে একটি তথ্য জানাচ্ছে যে গ্রান্ট থর্নটন এর একজন হিসেব রক্ষক বিশ্বাস করেন, ১.
16৭২ শতাংশ জিডিপিতে ব্যয়, “গ্রহণযোগ্য: কারণ এটি দেশের জন্য এক অর্থনৈতিক উদ্দীপনা হিসেবে কাজ করবে, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক এই মন্দার সময়ে।报导中说Grant Thornton公司的一名会计认为花费1.
17এই প্রবন্ধ এর সাথে জানাচ্ছে, ফিফার সাধারণ সম্পাদক এই বিষয়ে “আত্মবিশ্বাসী” যে এই প্রতিযোগিতা এই দেশ ও মহাদেশের অর্থনীতির ক্ষেত্রে এ লম্বা সময়ের ভবিষ্যৎ উত্তরাধিকার তৈরি করে যাবে। ডেইলিস্টক.72%的GDP在世足赛上对南非来说是「花得起的」,因为世足赛将会带给南非正向的经济刺激,特别是在这个全 球经济成长下滑的时候。
18কম এবং মানিমর্নিং এই বিষয়ের আরো গভীরে প্রবেশ করেছে এবং দক্ষিণ আফ্রিকা ও সেদেশের সীমানার বাইরে অর্থনীতি যে উন্নয়নের ছোঁয়া তৈরি করবে, তাদের পোস্টে এই বিষয়ের উপর নজর দিয়েছে:这篇报导还说FIFA(国际足球总会)秘书长「相信这次赛事将会成为这个国家以及非洲大陆的经典遗产。」
19“আমরা ধারাবাহিকভাবে সব সময় বলে আসছি এটা আফ্রিকার বিশ্বকাপ”, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সংসদে রাষ্ট্রপতি জ্যাকব জুমা এই কথা বলেন। আমাদের সুযোগ রয়েছে এই সময় বিদেশী বিনিয়োগ, পর্যটন এবং বাণিজ্যের জন্য প্রচারণা চালানোর।DailyStocks.com 与 MoneyMorning 更深入此议题,从南非国内以及国外的不同角度看世界杯的经济效益:
20উপরিকাঠামোর উন্নয়নের জন্য দক্ষিণ আফ্রিকা মোট ৩.南非总统祖玛向国会表示:「我们不断地说这是非洲的世界杯。
21৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যার মধ্যে ডারবানে একটি নতুন আন্তর্জাতিক বিমান বন্দর এবং জোহানেসবার্গ বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে যাবার জন্য উচ্চ গতি সম্পন্ন ট্রেন সংযোগ তৈরি করা।我们有机会推广外国对非洲投资、旅游、以及贸易。」
22মায়ামি হেরাল্ড…. এর বিশ্লেষক হিসেব করে দেখেছেন, বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পর্যটন শিল্পকে ২ বিলিয়ন ডলার এনে দেবে, এবং খুচরা বিক্রেতাদের এই অনুষ্ঠানে আয় হবে ১.南非花了三 十七亿美金改善基础建设,包括德班的新国际机场,以及约翰尼斯堡机场与市中心间的高速铁路,迈阿密前锋报的分析家估计世界杯将替南非的旅游业带来二十亿进 帐,并替零售业带来十一亿收入。
23১ বিলিয়ন ডলার।但大家更期待看见的是长期效果。
24তবে এ ব্যাপারে সত্যিকারের এক আশা রয়েছে, লম্বা সময়ের জন্য উন্নয়নের অর্থনীতিতে এই বিশ্বকাপ এক প্রভাব ফেলবে। দক্ষিণ আফ্রিকার পর্যটন সংস্থার প্রধান নির্বাহীর নাম থান্ডিওয়ে জানুয়ারি ম্যাকলিন।南非旅游公司的执行长Thandiwe January McLean告诉经济日报:「我们所有人都必须抓住机会让访客了解南非,我们需要一起努力,发挥创意跟精力,让世界杯尽管在结束后,依旧像是即将来临一 般,这场世界杯留给我们的企业与国家一份丰沛的遗产。
25ইকোনোমিক টাইমসকে তিনি বলেন, “এখানে আগত অতিথিদের দক্ষিণ আফ্রিকা আসলে কেমন, তা দেখানোর জন্য আমাদের এই সুযোগটিকে দুহাতে গ্রহণ করা উচিত।我们不该把世界杯当成一场能够解决一切经济问题的活动,而该视其为一个机会,让我们得以改善我们过去 做事的方式,并为未来留下珍贵遗产。」
26বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকায় আসা লোকদের ক্ষেত্রে সেবার মান বজায় রাখার জন্য ভেতরের সৃষ্টিশীলতা এবং শক্তি নিয়ে আমাদের কাজ করা উচিত''।奈及利亚将利用这次世足赛:
27এই বিশ্বকাপ আমাদের কাছে আমাদের শ্রম এবং জাতীর কাছে এক সমৃদ্ধ উত্তরাধিকার গড়ার প্রতিশ্রুতি প্রদান করছে।将会参加世足赛的奈及利亚计划在赛事周围举办一场展览会,宣传并鼓励外国来投资这个石油资源丰富的国家。
28বিশ্বকাপকে আমরা এমন এক অনুষ্ঠান হিসেবে দেখছি না, যা আমাদের সকল অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিবে, তার বদলে এটিকে আমরা এক সুযোগ হিসেবে দেখছি, এটি যে ভাবে আমরা কাজ করি তার সংস্কার করবে এবং ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক উত্তরাধিকার তৈরি করবে।奈及利亚足球联盟的联盟长Sani LuluNigeria对法新社表示:「我们希望透过世界杯上的奈及利亚村展现奈及利亚特色以及国家的庞大潜能。」
29নাইজেরিয়াও এই অনুষ্ঠান থেকে ফায়দা লোটার কথা ভাবছে:Puma运动品牌是本次赛事主要的服装赞助商,在博客上谈到了关于世界杯的行销与广告:
30নাইজেরিয়া, যারা এই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা টুর্নামেন্টের বাইরে একটি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে, তেল সমৃদ্ধ এই দেশে বিনিয়োগের প্রচারণার জন্য তারা এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।世界杯行销或相关的企业行销通常是透过赞助世界杯赛事、获得命名权、请足球明星担任产品代言人、介绍产品设计概念、买世界 杯球衣广告、场馆广告或其他。
31নাইজেরিয়া ফুটবল ফেডারেশন প্রধান সানি লুলু এফপিকে বলেন আমরা নাইজেরিয়ায় এক প্রদর্শনের এই ইচ্ছে পোষণ করি এবং এটি অসম্ভব এক সম্ভাবনাময় বিষয়, যা নাইজেরিয়ার এক গ্রামের মাধ্যমে বিশ্বকাপে এসে হাজির হবে।从运动行销的投入与获得比例来看,赞助世界杯跟请足球明星代言来加强Puma运动鞋的品牌形象,起码可以获得赞助金额3到5 倍的回收。
32প্রতিযোগিতার অন্যতম পোশাক সরবরাহকারী (স্পন্সর) প্রতিষ্ঠান ‘পুমার ব্লগ' এই প্রতিযোগিতার বিপণন এবং বিজ্ঞাপনের বিষয়ে কথা বলছে:为了替世界杯的企业行销平台获得高投资价值,必须找到对的市场机会,用适当的媒体平台,传布恰当的讯息给恰当的阅听人。
33বিশ্বকাপের বিপণন, বাণিজ্যিক বিপণন, সাধারণত বিশ্বকাপের স্পন্সরশিপের বা কারো ব্যয়ভারের মাধ্যমে ঘটে থাকে, এখানে নামের প্রচার মুখ্য, পণ্যের মুখপাত্র হিসেবে ফুটবল তারকাকে নিয়োগ করা হয়।肯亚数一数二的商业博客 Bankelele 曾写过一篇文章检视非洲、特别是肯亚,要如何从世界杯获益:
34পণ্যের ডিজাইন কেমন হবে তা বিশ্বকাপে উদ্বোধন করা হয়, একই সাথে বিশ্বকাপের জামা, বিজ্ঞাপনের জন্য বিক্রি হয়, স্টেডিয়াম বিজ্ঞাপন এবং অন্য ধরনের বিজ্ঞাপন, প্রদান-গ্রহণ এর অনুপাত এর দৃষ্টিভঙ্গি থেকে ক্রীড়া বিপণন চলে, তাতে বিশ্বকাপের জন্য ব্যয়ভার বা স্পন্সর করা এবং ক্যাট পুমা জুতার ব্রান্ড বা তার নামের মূল্য বাড়ানোর জন্য তারকা ফুটবলারদের ভাড়া করা হয়, এর ফলে ব্যয়ভার গ্রহণ করার (স্পন্সরশিপের) বিষয়টি তিন থেকে পাঁচ গুণ বেড়ে যায়। বিশাল পরিমাণ বিনিয়োগ মূল্যের জন্য প্রতিষ্ঠানের বিপণন কাজে বিশ্বকাপকে অবশ্যই তার সঠিক বিপণন ভাগ্য খুঁজে বের করতে হবে।旅游业:世界杯将会吸引数千名首次来到非洲大陆的人前往各地旅游,也给南非之外的地点很多机会。 - 海滩旅游:世界杯总是跟夏天连结在一起,但却在南非的冬天举办(南半球),尽管天气跟欧洲或美国的冬天比起来温和许多,但是也不适合在海滩漫步,肯亚的孟巴萨海滩、坦尚尼亚的桑吉巴海滩、或是塞席尔群岛更加适合海滩行程。 - 区域套装行程:衣索比亚航空提供一次前往多国的旅游套装行程,例如一趟行程尽览衣索比亚、坦尚尼亚、埃及、以及肯亚精彩景点,这套装行程大概也会在南非贩 售。
35যথাযথ প্রচার মাধ্যমের স্থাপনা বা প্লাটফর্ম বের করা হবে, সঠিক মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার উপযুক্ত মাধ্যম। কেনিয়ার অন্যতম এক ব্যবসায়ী ব্লগার বানকেলেলে তার পুরোনো এক লেখায় দেখার চেষ্টা করছেন কি ভাবে আফ্রিকা, বিশেষ করে কেনিয়া এই বিশ্বকাপ থেকে সুবিধা লাভ করতে পারে:同样的,肯亚航空公司(或地方旅行社)或许会接到来自泰国或中国的旅客,所以也可以吸引这些人在回程时前往其他地点旅游,例如顺道去肯亚跟衣索比亚的 东非大裂谷,并且到运动员营区看看击败世界其他选手获得奥运金牌的运动员们如何锻炼他们的技巧。
36পর্যটন: বিশ্বকাপ হাজার হাজার লোককে প্রথমবার বা বিরল এক যাত্রায় আফ্রিকা মহাদেশে নিয়ে আসবে, যা দক্ষিণ আফ্রিকার বাইরে অন্য কিছু দেশের লোকদের স্থানীয়দের জন্য সুযোগ তৈরি করে দেবে। -সৈকত পর্যটন: ফুটবল বিশ্বকাপ গরমের সাথে যুক্ত থাকে, তবে তা দক্ষিণ আফ্রিকায় শীতকালে অনুষ্ঠিত হবে (দক্ষিণ গোলার্ধে) এবং এই সময় আবহাওয়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তুলনায় মৃদু থাকবে, এটি সৈকত ধীরে সুস্থে ভ্রমণ করার মত আবহাওয়া নয়, যে কেউ মোম্বাসা, জাঞ্জিবার অথাব সিশেলসে যেতে পারবে। -আঞ্চলিক প্যাকেজ: ইথিওপিয়ার বিমান সংস্থার ভ্রমণ প্যাকেজ রয়েছে যা একটির বেশি দেশে নিয়ে যাবে, উদাহরণ হিসেবে বলা যায়, ইথিওপিয়া, তাঞ্জানিয়ার, মিশর এবং কেনিয়ার আকর্ষণীয় এলাকাগুলো দেখুন এবং এই সমস্ত প্যাকেজগুলোকে সম্ভবত দক্ষিণ আফ্রিকায় বিক্রি করা হবে।
37যেমন কেনিয়ার বিমান সংস্থা (অথবা তাদের স্থানীয় এজেন্ট) যাদের বিমানে হয়ত থাইল্যান্ড বা চীন থেকে ভ্রমণকারী আসবে, এই সমস্ত খেলা দেখতে আসা লোকদের ফিরে যাবার সময় তাদের দেশে যেতে উৎসাহিত করতে পারে।他也谈到了政府的角色:
38যেমন তারা কেনিয়ার গ্রেট রিফ্ট নামক এলাকার-এর উচ্চভূমিতে বেড়াতে নিয়ে পারে অথবা ইথিওপিয়ায় এবং ক্রীড়াবিদদের অনুশীলন শিবির গুলোতে নিয়ে যেতে পারে যেখানে বিশ্বকে পরাজিত করা অলিম্পিক চ্যাম্পিয়নরা তাদের দক্ষতায় শান দিয়েছিল।政府:前瞻的政府可以利用机会参与活动,并且透过行销宣传自己的国家,或是提供旅游建议、快速签证办理或护照更新等等。
39তিনি এখানে সরকারের ভূমিকার কথা আলোচনা করেছেন:看英国政府是怎么做的。
40সরকার: এখানে সক্রিয় সরকারগুলোর জন্য সুযোগ রয়ে গেছে, এই বিষয়ে যুক্ত হয়ে পড়া এবং বিপণন প্রচারণার মধ্যে দিয়ে তাদের দেশগুলোকে বিশ্বের সবার সামনে তুলে ধরতে পারে, অথবা স্থানীয় এলাকায় ভ্রমণের কথা বলতে পারে, অন্য কোন এলাকা যাওয়ার সময় কোন দেশে সাময়িক প্রবেশ ভিসা দ্রুত প্রদান করতে পারে (জেকেআইএ) অথবা পাসপোর্ট নবায়ন করতে পারে, এ ব্যাপারে যুক্তরাজ্যের সরকার কি করছে তা দেখুন।
41যদিও এটি হালকা ভাবে লেখা রয়েছে, একটি ব্লগ, যার নাম যথাযথভাবে বিয়ারবিয়ার, তা বলছে, এখানে যে সমস্ত সমর্থক মজা পেতে চায়, তাদের যত্নের জন্য বিশ্বকাপে যথেষ্ট পরিমাণ মদ জাতীয় পানীয়ের ব্যবস্থা থাকবে।名字取得很好的博客BeerBeer比较诙谐地说想找乐子的球迷需要足够的酒类饮料。「
42বিশ্বকাপের সমর্থকদের উদ্বিগ্ন হবার কোন কারণ নেই, মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকায় বিয়ারের ঘটতি দেখা দেবে না….世界杯球迷不需要烦恼,南非在长达一个月的赛事当中不会没有啤酒…」,beerbeer说道:
43এই কথাগুলো বলেছে, বিয়ারবিয়ার: বিশ্বকাপের সমর্থকদের উদ্বিগ্ন হবার কোন কারণ নেই।世界杯球迷不需要烦恼,南非在长达一个月的赛事当中不会没有啤酒,南非最大的酿酒商这么说。「
44দক্ষিয় আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া মাসব্যাপী এই প্রতিযোগিতায় বিয়ার ফুরিয়ে যাবে না, দেশটির সবচেয়ে বড় মদ প্রস্তুতকারী এ কথা বলছে।各位别担心。
45‘সমর্থকদের চিন্তা করার কোন কারণ, এই সময়ে আমাদের কোম্পানীর তৈরি প্রচুর বিয়ার পুরো সময় জুড়ে সহজেই পাওয়া যাবে', এই কথাগুলো বলেন নর্ম্যান এডামি, তিনি সাউথ আফ্রিকান ব্রুয়েরিজ (দক্ষিণ আফ্রিকার মদ প্রস্তুতকারক কোম্পানী) এর প্রধান।在比赛期间所有 球迷都能畅饮啤酒」,Norman Adami,南非酿造,也是SABMillers南非米勒饮品巨擘的在地合作商这么说。
46এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ পানীয় প্রস্তুতকারক সাবমিলারের স্থানীয় প্রতিনিধি।南非每十瓶啤酒就有九瓶是该公司出产,这家公司还预测自六月十一号 比赛开始之后将会有5%以上的销售成长。
47এই প্রতিষ্ঠান যা দক্ষিণ আফ্রিকার প্রতি দশটি বিয়ারের বোতলের মধ্যে নয়টির উৎপাদনকারী, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় তারা ৫ তাদের বিয়ারের ৫ শতাংশ বিক্রি বৃদ্ধির আশা করছে।该公司依然能够应付这样额外的需求-约等于三千万瓶啤酒-因为南半球正处冬季,一般来说是销售淡季。
48তবে এটা বাড়তি চাহিদা পূরণ করতে সক্ষম হবে-যা প্রায় ৩০ মিলিয়ন বোতল-কারণ দক্ষিণ গোলার্ধে শীতকালে বিয়ার বিক্রির পরিমাণ কমে আসে।Adami 说…SABMiller竞争对手英博集团所拥有的百威啤酒是FIFA的正式合作夥伴,所以在场馆内只能贩售该牌啤酒。
49এডামি বলেন…বাডওয়াইজার মদ, যার মালিক সাবমিলার-এর প্রতিপক্ষ-আন হুইজার-বাস ইনবেভ, বিশ্বকাপে তারা ফিফার আনুষ্ঠানিক সহযোগী।SAB可以在十个世界杯举办城市的球迷公园贩售啤酒,但是不能用有商标的酒瓶,以免触犯小心眼的FIFA把守着的权利规则。
50বিশ্বকাপের সময় তারাই কেবল স্টেডিয়ামের ভেতর মদ সরবরাহ করতে পারবে।最后是 SouthAfrica.
51সাব কেবল যে সমস্ত শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে ফিফার ১০ টি সমর্থক উদ্যান (ফিফা ফান পার্ক)-এ মদ বিক্রি করতে পারবে, তবে কেবল লেবেল বা চিহ্ন ছাড়া তাদের পানীয় বিক্রি করত হবে, ফিফার ঈর্ষা তৈরি করা অধিকার নীতি এড়িয়ে যাবার জন্য।Info博客 说即便有几个项目未达预期,估计此赛事仍将带来「极大的影响」。
52অবশেষে, সাউথ আফ্রিকাব্লগ. ইনফো ব্লগ বলছে,Saunders表示:「迹象显示海外旅客平均会待18天,比原本预估的14天来得高。
53যদিও যে পরিমাণ ধারণা করা হয়েছিল, হিসেবের পরিমাণ তার চেয়ে কমিয়ে আনা হয়েছে, তারপরেও এর কাঙ্খিত হিসেব নির্দেশ করেছে, এটি প্রতিযোগিতায় বিশাল প্রভাব ফেলবে।海外旅客平均旅途花费也比较高,大约是三万零两百南非兰特, 较先前的两万两千来得高。」[
54সাউন্ডার্স একথা বলেন” বিদেশী একজন পর্যটক ভ্রমণে কতটা ব্যয় করবে তার একটা অনুমান করা হয়েছে, এটা ৩০২০০ র‍্যান্ড, (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) পূর্বের হিসেবে ছিল ২২০০০ র‍্যান্ড… এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরো অর্থনৈতিক প্রভাব সৃষ্টি হবে ৯৩ বিলিয়ন র‍্যান্ডের, যার ৬২ শতাংশ তৈরি হবে ২০১০-এর অনুষ্ঠান শুরুর পূর্বে এবং ৩৮ শতাংশ হবে বছরের বাকী সময়ে।…]Saunders说:「总体经济影响为九百三十亿南特,其中62%预计于2010年之前产生,其他38%则会在该年中产 生。
55বিদেশী পর্যটন এতে মোট ১৬ শতাংশ পরিমাণ প্রভাব সৃষ্টি করবে..外国旅客带动的商机相当于16%总体经济影响。」[
56আমরা বিশ্বকাপের প্রভাবে ক্রমাগত এগিয়ে যেতে থাকব, বলেন সাউন্ডার্স।…]「我们对世界杯的影响持续保持乐观。
57স্টেডিয়াম পূর্ণ থাকবে এবং এটা একটা অসাধারণ অনুষ্ঠান হবে।场馆将会全满,这将是一场伟大的比赛;南非的样貌跟未来承 继下来的东西才是真正举办这种规模赛事的好处。」
58দক্ষিণ আফ্রিকার প্রোফাইল বা বৃত্তান্ত ও ভবিষ্যৎ-এ তার তৈরি করা প্রভাব অত্র অঞ্চলেরর জন্য সত্যিকারের এক সুবিধা বয়ে আনবে।校对:Soup