# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: যুবরাজ রানারিধ রাজনীতিতে ফিরে এলেন | 柬埔寨:拉那烈亲王重返政坛 |
2 | ক্যাম্বোডিয়ার যুবরাজ নরোদম রানারিধ দেশটির প্রাক্তণ প্রধানমন্ত্রী এবং রয়ালিস্ট পার্টি (রাজকীয় দলের) নেতা। | 柬埔寨前首相兼奉辛比克党领袖拉那烈亲王(Norodom Ranariddh),宣告将重返政坛。 |
3 | কিছুদিন অবসর নেবার পর আরো একবার তিনি রাজনীতিতে সক্রিয় হবার শপথ নিয়েছেন। | 两年前他在其政党分裂及缺席挪用公款案的审判后离开柬埔寨,网民及政论家都在评估拉那烈亲王此举对柬埔寨政治的影响。 |
4 | দুই বছর আগে দল থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি দেশ ছেড়ে চলে যান এবং তার অনুপস্থিতিতে তার বিচার করা হয়। | 在2008年退出政坛后,拉那烈亲王日前宣布为振兴保皇派的运动而重返政坛,此举令柬国上下都感到惊讶。 |
5 | কম্বোডিয়ার রাজনীতির উপর যুবরাজ রানারিধের বিবৃতির প্রভাব, নেট নাগরিক এবং রাজনৈতিক পণ্ডিতরা বিশ্লেষণ করছেন। | 本月稍早在磅湛省(Kampong Cham),当着约五百位支持者的面前,拉那烈亲王强调重返政坛是为回应支持者对他重掌柬埔寨政权的请求。 |
6 | ২০০৮ সালে রাজনীতি থেকে অবসর নেবার পর, যুবরাজ রানারিধ ক্যাম্বোডিয়ার সকলকে বিস্মিত করেন, যখন সম্প্রতি, তিনি রাজকীয় দলের আন্দোলনকে বেগবান করার জন্য রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। | 根据Phnom Penh Post的报导,他更进一步阐述: |
7 | এ মাসে কাম্প চাম প্রদেশে তার ৫০০ জন সমর্থকের সামনে ভাষণ দেবার সময়, যুবরাজ জোর দিয়ে বলেন, যে তাকে ক্যাম্বোডিয়ার নেতৃত্ব গ্রহণের জন্য যে আহ্বান জানানো হয়েছে, তার প্রতি সাড়া দিয়ে তিনি রাজনীতিতে ফিরে আসতে চান। | 我正为领导拉那烈党做准备,…从政就如同对鸦片上瘾了一样,不过重要的是,有许多要求我领导拉那烈党的请愿。 |
8 | নম পেন পোস্টের মাধ্যমে তিনি এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন: | 在同一篇文章中,他声称自己是中立派,既不支持亦不批评政府,希望藉由这样的立场,能跟人权党等其他团体合并。 |
9 | আমি নরোদম রানারিধ পার্টির নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। | 然而,这项政治计划由于各团体之间的反对声浪及派系冲突而难以实现。 |
10 | রাজনীতি যেন আফিমের এক নেশা। | 他到底是属于民主还是共产主义的成员也仍是个疑问。 |
11 | কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নরোদম রানারিধ পার্টির নেতৃত্ব প্রদান করার জন্য আমার কাছে অনেক আহ্বান এসেছে”। একই প্রবন্ধে, যুবরাজ সরকারকে সমর্থন করে বা তার সমালোচনা না করে, মাঝামাঝি অবস্থানে থেকে তার নিজের দৃঢ় মনোভাব প্রদান করেন। | 对于拉那烈重返政坛,首相洪森(Hun Sen)提醒这将会连接君主制与政治,为了避免这种情况,拉那烈王子需要放弃担任他的哥哥-西哈莫尼国王的顾问。 |
12 | তার এই অবস্থানের মধ্যে দিয়ে যুবরাজ রাজতন্ত্রপন্থী দল এবং অন্য সব দল যারা তার সাথে রাজনীতি করতে চায়, তাদের একীভূত করার আশা করছেন। | 洪森解释了为何亲王应该放弃当国王的顾问: |
13 | এর মধ্যে রয়েছে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার মত দল। | 如果你要从政,你就得离开最高委员会,停止担任国王的顾问,否则国王就会失去对政治的中立。 |
14 | তবে রাজনৈতিক পরিকল্পনা অর্জন করা বেশ কঠিন, কারণ সেখানে অস্বীকার করার মত ঘটনা ঘটে এবং বিভিন্ন দলের মধ্যে অমিমাংসিত দ্বন্দ্ব রয়েছে। | 国王之名将会被用来宣传,宣传我是国王的兄弟、前任国王的儿子,这会连接国王跟政治。 |
15 | এছাড়াও প্রশ্ন রয়েছে যে, তিনি কি গণতন্ত্রীপন্থী, নাকি কমিউনিস্টদের সাথে যুক্ত। | 这种回应或许已在拉那烈亲王的预料之中,这也是为何他在磅湛省的集会中提到,返回政坛并非为了挑起跟首相的冲突。 |
16 | যুবরাজের ফিরে আসার ব্যাপারে প্রতিক্রিয়া প্রদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী হুন সেন সতর্ক করে দিয়ে বলছে যে, এই ঘটনা রাজনীতিতে রাজতন্ত্রকে যুক্ত করবে এবং এর জন্য যুবরাজকে তার ভাই রাজা নরোদম সিহামনির রাজকীয় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে। | 随后,前国王西哈努克在他的网站上表示,全力支持洪森作为柬埔寨的领导人,拉那烈亲王则表明愿与首相的柬埔寨人民党组织结盟政府。 |
17 | হুন সেন ব্যাখ্যা করেছে, কেন যুবরাজকে রাজার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে: “যদি আপনি রাজনীতিতে ফিরে আসতে চান, তাহলে আপনাকে রাজার সর্বোচ্চ পরিষদের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে, অন্যথায় রাজা রাজনীতিতে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলবে। | 这样的立场被博客the Son of the Khmer Empire批评,其中写道,拉那烈没有明确的政治洞察力,这件事可能是亲王和首相策划的。 |
18 | হয়ত প্রচারণা চালানোর সময় রাজার নাম ব্যবহার করা হতে পারে, তিনি বলবেন আমি বর্তমান রাজার ভাই, আমি প্রাক্তণ রাজার সন্তান এবং এই বিষয়টি রাজাকে রাজনীতির সাথে যুক্ত করে ফেলবে”। | • 拉那烈亲王是个半废的政治人物,没有为了保护国家和人民去赢过洪森的远见和胆识,他搞政治只是为了自己的生存。 |
19 | আগে থেকেই এরকম প্রতিক্রিয়া আশা করা হয়েছিল, যে কারণেই যুবরাজ কম্পাং চাম প্রদেশের জনসভায় উল্লেখ করেন যে, রাজনীতিতে তার ফিরে আসার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর সাথে তার দ্বন্দ্বকে বাড়িয়ে তোলা নয়। | • 这可能是洪森的政治计谋,因为他担心沈良西党(Sam Rainsy Party)的势力。 |
20 | পরে, বর্তমান রাজার পিতা, নরোদম সিহানুক, তার ওয়েবসাইটে লিখেন, ক্যাম্বোডিয়ার নেতা হিসেবে প্রধানমন্ত্রী হুন সেনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। | 直到现在洪森仍认为拉那烈能分化大多数不亲人民党的柬埔寨民众。 |
21 | যুবরাজ রানারিধ পরিষ্কার করেন যে, তিনি প্রধানমন্ত্রীর ক্যাম্বোডিয়ান পিপলস পার্টির সাথে মিলে সরকার গঠনে রাজী রয়েছেন। তার এই অবস্থানকে সন অফ দি খেমার এম্পায়ার সমালোচনা করেছে। | 更重要的是,盖索卡(Kem Sokha)有可能加入拉那烈党,这无疑地将会强化这股新势力,进而削弱第二大党SRP,到时洪森就能任意领导柬埔寨。 |
22 | সে লিখেছে যে যুবরাজের কোন পরিষ্কার রাজনৈতিক দর্শন নেই এবং এই নাটক যুবরাজ এবং প্রধানমন্ত্রীর মঞ্চায়নে মঞ্চস্থ হয়েছে। | 尽管亲王重返政坛吸引了主要政党和传统媒体相当大的注意,但当地时常利用社交网络工具如博客、脸书和推特来交换想法和社论的网民们似乎并未有显著的 回应。 |
23 | যখন যুবরাজের রাজনীতিতে ফিরে আসার বিষয়টি প্রধান রাজনৈতিক দল দল এবং ঐতিহ্যবাহী প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে , তখন এই বিষয়ে স্থানীয় নেট নাগরিকদের কাছ থেকে তেমন কোন উল্লেখ যোগ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, যারা প্রায়শই তাদের চিন্তা ব্লগ, ফেসবুক এবং টুইটারে প্রকাশ করে থাকে। | 只有柬埔寨人权中心(Cambodian Center for Human Rights),当地的一个非政府组织在脸书上进行了民调,但至今连10则回应都不到: |
24 | ঘটনাক্রমে কেবল ক্যাম্বোডিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস নামক স্থানীয় এক অরাজনৈতিক এনজিও ফেসবুকের মাধ্যমে এক জরিপের আয়োজন করে, যে জরিপের দশ জনের কম ব্যক্তি সাড়া দেয়: | 拉那烈重返政坛对柬埔寨的政治有益吗? |
25 | নরোদম রানারিধের রাজনীতিতে ফিরে আসা কি ক্যাম্বোডিয়ার রাজনীতির জন্য মঙ্গলজনক?? | 这种情况可能也部分解答了究竟亲王是否会对柬埔寨的政治产生重大影响。 |
26 | এটা হয়ত এই প্রশ্নের আংশিক উত্তর হতে পারে যে, আসলে কি যুবরাজের ক্যাম্বোডিয়ার রাজনীতিতে ফিরে আসার প্রভাব অনেক বড় হবে কি না। | 校对:Soup |