# | ben | zhs |
---|
1 | সিরিয়া: সমুদ্রে তীরের গল্প | 叙利亚:海滨故事 |
2 | ছোট্ট ভূমধ্যসাগরীয় শহর টার্তুসের এক ইংরেজী সাহিত্যের প্রফেসর আর মাতৃভূমিতে ভ্রমণরত একজন সিরিয়-কানাডিয় লেখক সি ব্রিজ নামে একটা ক্যাফেতে কিছু সময় দৃষ্টি বিনিময় করেছিলেন। | |
3 | এভাবেই মারিয়া আর আবু ফারেজ তাদের (অনলাইনে প্রকাশিত) উপন্যাসের রোমাঞ্চকর যাত্রা শুরু করেন, আর তা পাঠকদের জন্যে দেয় এক নতুন আসক্তি। | 一位来自地中海小城Tartous的英语文学教授,以及一位回祖国旅游的叙利亚裔加拿大作家,在一家名为海风的咖啡馆四目相交。 |
4 | পেটের মধ্যে মুদৃ গর্জন আমার দিবাস্বপ্ন ভেঙ্গে দিল এবং চমকে উঠে দেখলাম মশলা মাখা সামুদ্রিক খাবারের গন্ধ আমার দিকে আকর্ষণীয়ভাবে তেড়ে আসছে। | Mariyah与Abu Fares便从此处开启冒险旅途,也吸引许多读者。 |
5 | আমার মনে হয়েছিল যে আমি অনেক দিন খাই নি। | 胃里低鸣打破我的白日梦,一阵香料与海鲜的气味吸引我的注意力,我觉得自己好像多日未进食。 |
6 | জানালা দিয়ে দেখলাম পরিবেশিকাকে, মনে হয় রান্নাঘরের দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। সে একটা বই পড়তে মগ্ন ছিল কিন্তু আমার চোখ তার উপরে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে যেন ষষ্ঠ কোন ইন্দ্রিয় দিয়ে টের পেয়ে সে আমার দিকে ফিরল। | 我转头看见窗里有位女侍,她正 悠闲地 在厨房门边休息,正专心阅读一本书,但她似乎拥有第六感,我才看到她,她便刚好抬头与我眼神交会,她微笑地走近我,「饿了吗?」「 |
7 | সবজান্তার মতো হেসে সে আমার টেবিলের কাছে আসল। | 是啊,你们有菜单吗?」 |
8 | “ক্ষুধার্ত?” “অবশ্যই, হ্যাঁ! | 「没有,但我能告诉你哪些料理最新鲜。」 |
9 | তোমার কাছে কোন খাবার তালিকা (মেন্যু) আছে?” “এখানে নেই। | 我心里想着「天啊」,微笑地等她向我介绍晚餐菜色。 |
10 | কিন্তু আমি তোমাকে বলতে পারবো আজকে টাটকা কি তৈরি হচ্ছে।“ “দারুন।“ | 故事便由此开始,两位作家自此每周交换写作。 |
11 | আমি ভাবলাম নিজে নিজে আর হেসে তার দিকে তাকালাম, তার দেয়া খাবারের বর্ণনা শোনার জন্য। গল্প এমন সহজভাবে শুরু হয়েছে। | 在Tartous的美丽海滨与Abu Fares及Mariyah的笔下,我们认识了Youssef教授过去的学生暨海风咖啡馆女侍Yasmina及冷漠的大厨Yazan: |
12 | এই দুই লেখক, যারা প্রতি সপ্তাহের পালাক্রমে লিখছেন, এখান থেকে শুরু করেছেন। | 当Yasmina在自我介绍时,我的目光却落在另一名女子身上。 |
13 | আমরা অধ্যাপক ইউসুফের ভূতপূর্ব ছাত্রী ইয়াসমিনার ব্যাপারে জানতে পারি যে সি ব্রিজ ক্যাফের পরিবেশিকা হিসেবে কাজ করছিল আর রাঁধুনি ইয়াজান সম্পর্কে। এরা সবাই টার্তুসের অপূর্ব সমুদ্র তীরের আবহাওয়াতে আর আবু ফারেস ও মারিয়ার অপূর্ব লেখায় উজ্জ্বলভাবে ধরা দিয়েছে। | 她用手指捏起一尾煮熟小鱼的尾巴,稍微沾上碗里的香料,拿 到嘴边 轻吹降温,再一口把整只鱼吃掉,连头带骨与尾巴,看来真的很美味,她闭起双眼,沉浸在美食的狂喜之中,然后…她用另一只手将落在面前的发丝拨回耳后, 正是这个动作让我毫无招架之力。 |
14 | ইয়াসমিনা যখন নিজের পরিচয় দিচ্ছিল আমার চোখ তখন চলে যায় আর এক মহিলার দিকে। | |
15 | নরম হাতে সে গরম একটা ছোট মাছ লেজের দিক থেকে ধরে, সেটাকে সসের মধ্যে ডুবিয়ে, ঠোঁটের কাছে এনে ফু দিয়ে ঠাণ্ডা করল, আর তার পরে পুরোটুকু গিলে ফেলল। | |
16 | মাথা, কাঁটা আর লেজসহ - আসল ভোজন রসিকের মতো। এর পর চোখ বন্ধ করে সে নিজের সুখের সাগরে ভেসে ছিল। | 故事如今发展至第18集,但别忘了从头开始读起。 |
17 | তারপরে… তারপরে তার অন্য হাত দিয়ে, সে তার মুখের সামনে আলগা হওয়া এক গুচ্ছ চুল টেনে দিল আর কানের পিছনে সেটাকে গুঁজে দিল। | |
18 | সে যেভাবে তার চুল টানল তাতেই আমি কুপোকাত। | |
19 | আমরা এখন ১৬তম পরিচ্ছদ পড়ছি। আপনারা কিন্তু প্রথম থেকে পড়তে ভুলবেন না। | 校对:Sophie Chiang |