# | ben | zhs |
---|
1 | প্রকাণ্ড একটি প্রাচীরচিত্র যা মেক্সিকীয় একটি লোকালয়কে ‘যাদুকরী‘ করে তুলেছে | 巨型壁画令墨西哥小区魔彩盎然 |
2 | লাস পালমিতাস ও ‘প্রকাণ্ড প্রাচীরচিত্র'-এর শেষ পর্যায়ে। | 拉斯巴勒米塔斯小区(Las Palmitas)以及进入落成阶段的「超大型壁画」。 |
3 | ছবি বীজ কর্মী সংঘের ফেসবুকের পাতা থেকে অনুমতিক্রমে নেয়া। | 照片由种子帮(Germen Crew)Facebook专页授权刊登。 |
4 | হিডালগোর পাচুকা শহরের অবস্থিত একটি ছোট লোকালয়ের কেন্দ্রে ২০০ বাড়ীর সমন্বয়ে তৈরী একটি পটভূমিতে আঁকা মেক্সিকোর সব থেকে বড় প্রাচীরচিত্রটি জুলাই মাসে উদ্বোধন করা হয়। | 在伊达尔戈州帕丘卡市 (Pachuca, Hidalgo)里的一个小小区中心地带,全墨西哥最大的涂鸦壁画绘制在200户人家的墙上,就好似批上一幅油画般在今年7月正式亮相。 |
5 | কিন্তু একটি নির্দিষ্ট মাত্রার দারিদ্র ও অপরাধযুক্ত প্রধানত পল্লী লোকালয় হিসেবে খ্যাত পাহাড়ী জেলা লাস পালমিতাসকে এই ‘প্রকাণ্ড প্রাচীরচিত্রটি' শুধুমাত্র রঙিন করা ছাড়াও আরও বেশী কিছু প্রদান করেছে। | 然而,对于拉斯巴勒米塔斯(Las Palmitas)坡地──一片多是田园且贫穷与犯罪已达相当程度的小区而言,这幅「超大型壁画」的意义绝不仅止于增添色彩而已。 |
6 | এই যৌথ প্রচেষ্টা লাস পালমিতাসকে এর প্রকল্প নেতৃত্বস্থানীয়দের ভাষায় ‘প্রথম যাদুকরী লোকালয়' - পর্যটন গন্তব্য হিসেবে ‘যাদুকরী শহর' (পুয়েব্লোস মাজিকোস)-এর প্রসার করায় মেক্সিকো সরকারের একটি পৃথক উদ্যোগ - হিসেবে পরিণত করে কর্মসংস্থান করেছে, কিশোর সহিংসতা হ্রাস করেছে, এবং একটি সমাজ উদ্দীপনামূলক বোধ সৃষ্টি করেছে। | 在群策群力下,它提供了就业机会、减少年轻人暴力事件并注入了社群精神,使拉斯巴勒米塔斯成为这个计划的主持者们所谓的「首创魔力小区」,配合着墨西哥政府将各地「魔力城镇」(Pueblos Mágicos) 推广为观光胜地的一项独立法案计划。 |
7 | এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে স্বতন্ত্র মেক্সিকীয় সংঘ হার্মেন ক্রু (বীজ কর্মীদল) যার সাথে সংশ্লিষ্ট রয়েছে গ্রাফিটি শিল্প, প্রাচীরচিত্র শিল্প এবং শব্দচিত্রমূলক তথ্যচিত্রে বিশেষায়িত শিল্পীরা। | 这项计划由专精涂鸦艺术、壁画绘制以及影音纪录的城市艺术家们所组成的墨西哥独立团体种子帮 (Germen Crew) 领头执行。 |
8 | এই দলটির লক্ষ্য হলো গণ ও সড়ক চিত্রের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত স্থানগুলোকে একটি নতুন তাতপর্য দেয়া ও এখানে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য একটি সামাজিক কাঠামো ফিরিয়ে আনা। | 该团体为了小区福祉,致力于透过公共及街头艺术将公共空间重新定义,同时复元小区结构。 |
9 | তাদের ফেসবুকের পাতায় নীচের কথাগুলো লেখা আছে: | 他们的Facebook专页这么说: |
10 | আমাদের কাজ হলো আমাদের শহরের জন্য একটি শৈল্পিক উৎসর্গ। | 我们的工作是为城市而生的一项艺术奉献。 |
11 | আমরা যেভাবে চিত্রকলা তৈরী করি ও সেটিকে বুঝি তা আমরা রঙ, আকার, বিন্যাস ও মিশ্র মাধ্যমের সাহায্যে প্রকাশ করি। | 透过多样的色彩、形式、结构及混合媒材,分享我们对于艺术建置及理解的方式。 |
12 | আমরা যে সমস্ত জায়গায় যাই সেই সমস্ত জায়গায় বসবাসকারী লোকেদের হৃদয় শক্তিশালী ও উৎফুল্লতাকে জোরদার করার মাধ্যমে আমরা সম্ভবনার বীজ অঙ্কুরিত করার প্রচেষ্টা চালাই। | 藉由激起到访之处居民们的心灵及热诚,我们试图触发多方可能性的种芽。 |
13 | জনগণের জন্য উন্মুক্ত জায়গাগুলোকে তার অধিবাসীদের জন্য আরও কার্যকর করে তোলার মাধ্যমে আমরা সেখানে নতুন অভিপ্রায় প্রদান করতে চাই, যে জায়গাগুলো আশপাশের নাগরিকদের সাথে ও সেখানে কেন্দ্রীভূত হওয়া অভিব্যক্তিগুলোর সাথে নতুন সম্পর্ক স্থাপন ও বিস্তারে সহায়তা করতে শিক্ষা দেয়, অনুপ্রাণিত ও সাহায্য করে। | 希望能赋予公共空间崭新的效果,使其对居民们更具帮助,成为具教育及激励作用之所在,并有助于在居民与环境之间、居民与汇呈于当地的艺术表现之间支持及萌发起新的关联性。 |
14 | উপকরণের চাহিদা পূরণে সহায়তাকারী স্থানীয় ও রাষ্ট্রীয় সরকারের সহযোগিতা ছাড়াও এই প্রকল্পটির একটি বিরাট রসদ হিসেবে কাজ করেছে লাস পালমিতাসে বসবাসকারী ৪৫২ পরিবারের (প্রায় ১,৮০৮ জন) সক্রিয় অংশগ্রহণ। | 除了地方与联邦政府的通力合作加快了物资调度,该计划在很大程度上受惠于拉斯巴勒米塔斯小区当地452户家庭(约1,808人)的积极参与。 |
15 | প্রকল্পের মেয়াদ কাল পুরো তিন মাস ধরেই এর অধিবাসীদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যেগুলো সেই একই সময়ে অনুষ্ঠিত হয়েছে: কর্মশালা, বক্তব্য, এবং ভ্রমণ যার সবগুলোর উদ্দেশ্য ছিল কিশোর অপরাধ হ্রাস করা। | 在计划持续进行的三个月里,居民们担任计划顾问,同时也参与了在同时期中为求降低青少年犯罪所举办的工作坊、课程及游览等各项文艺活动。 |
16 | উপরের ভিডিওটিতে লণ্ঠন বেলুনের উপর একটি কর্মশালার দলিলায়ন করা হয়েছে, লাস পালমিতাসে বসবাসকারীরা মন্তব্য করেছে যে শৈল্পিক কর্মকাণ্ডগুলো এলাকার উপর ইতিবাচক প্রভাব বিস্তার করেছে: | 在上方纪录天灯制作工坊的影片中,拉斯巴勒米塔斯的居民们提到艺术活动正对小区带来正面的影响: |
17 | আমাদের জন্য এটি আমাদের জেলার একটি উৎসব দিবস, কারণ আমরা এমন জিনিসের অভিজ্ঞতা অর্জন করছি যার অভিজ্ঞতা আমরা আগে কখনো পাই নি। | 对我们来说,这是小区里的欢庆日,因为我们正体验着未曾经历过的事物。 |
18 | আমি সর্বোপরি আমাদের পরিবারগুলোর মধ্যে এতো সাদৃশ্য ও সহাবস্থান দেখতে পাই। | 我看见大伙儿非常和睦地共处生活,尤其可见于我们的家中。 |
19 | আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমার এলাকা বহুলাংশে উন্নত হবে এবং তেমন আর অপরাধ থাকবে বলে আমি মনে করি না। | 我相信小区将因为这些活动而大幅改善,而且我想,犯罪将不再猖獗。 |
20 | প্লানিসফেরিও নামের পরিকল্পনা বিষয়ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বীজ কর্মীদলটি ব্যাখ্যা করে যে প্রাতিষ্ঠানিক জায়গা নয় বরং জনগণের জন্য উন্মুক্ত চত্বর, বাজার, এবং এমন কি যথেষ্ট হারে অপরাধ সংঘঠিত হওয়া প্রান্তিক এলাকাগুলোতে অংকনে উপর আলোকপাত করাই তাদের পন্থাকে উদ্ভাবনী করেছে। | 在概念杂志Planisferio的访问中,种子帮说明:「未投入正统艺术场地而是去专注于公共广场、市集、甚至在犯罪率显著的边缘化区域作画,造就他们别创蹊径的巧思。」 |
21 | একই সময়ে তারা বলে যে তাদের যৌথ প্রচেষ্টা ও দলীয় গতিময়তার ফলই হলো তাদের সাফল্য। | 他们同时也称:「种子帮的成功是众人付出与团体动员的成果。」 |
22 | ‘রঙ হলো যাদু' এই অভিব্যক্তিটি একটি সংক্ষিপ্ত ভিডিও চালু করে যেখানে লাস পালমিতাসের একটি প্রাণবন্ত, রঙিন জনগোষ্ঠীতে পরিণত হবার প্রামান্যচিত্র তুলে ধরা হয়েছে। | 「色彩即魔力」这句话为这部短片揭开序幕,它纪录了拉斯巴勒米塔斯蜕变为一个生气蓬勃鲜艳亮丽的小区。 |
23 | ১৩ বছরেরও বেশী সময় ধরে বিদ্যমান কর্মীদলটি মেক্সিকো শহরের জামাইকীয় বাজারে; মেক্সিকোর একাটেপেক-এর নতুন শহরগুলোর গড়ের মাঠে; এবং হুয়াদালাহারার মিরাভাল্লেসহ আরও অনেকগুলো জায়গায় প্রকল্প গ্রহণ করেছে। | 随着13多年来的投入,种子帮已在墨西哥市的牙买加市集(Jamaican Market)、艾卡提佩市(Ecatepec)的新市镇广场、瓜达拉哈拉市的米拉巴杰( Miravalle, Guadalajara)以及其它多处进行了多项计划。 |
24 | বর্তমানে তাদের ভাষায় ‘মেক্সিকোর প্রথম যাদুকরী লোকালয়' হিসেবে লাস পালমিতাসকে পরিবর্তন করার তাদের লক্ষ্য অর্জন করেছে, এবং যার সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে এধরনের প্রকল্প আরও হবে। | 现在,他们已达成目标将拉斯巴勒米塔斯小区改头换面,成为他们口中的「墨西哥首创魔力小区」,这一切似乎意味着未来将更是力作不断、惊喜纷呈。 更多种子帮相关信息可见于他们的Facebook与 Instagram专页以及YouTube频道。 |
25 | বীজ কর্মীদলের কাজ সম্পর্কে আরও তথ্য তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম-এর পাতায়, এবং ইউটিউব-এ তাদের চ্যানেলে পাওয়া যাবে। | 译者:Issac Hu 校对:Tang |