Sentence alignment for gv-ben-20090822-5330.xml (html) - gv-zhs-20090827-3586.xml (html)

#benzhs
1আজারবাইযান: ইউরোভিশন ভোট কেলেংকারি亚塞拜然:欧洲歌唱大赛Eurovision选拔丑闻
2যদিও ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত মে মাসে, আজারবাইযানের কিছু প্রচার মাধ্যম গত সপ্তাহে রিপোর্ট করে যে ৪৩ জন আজারবাইযানী যারা এই প্রতিযোগীতায় আর্মেনিয়ার প্রবেশের পক্ষে ভোট দিয়েছিল তাদেরকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে এবং এদের একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে।部分亚塞拜然媒体上周报导,尽管已于五月举办,但在欧洲歌唱大赛Eurovision投票给亚美尼亚选手的四十三人,目前接受警方确认,而其中一人已由警方带回侦讯。
3বিতর্কিত ভূখণ্ড (নগর্নো কারাবাখ) নিয়ে এই দু'টি রাষ্ট্রের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং এই সংবাদ উভয় দেশের মধ্য অনেকগুলো কেলেংকারির মধ্যে এটি সাম্প্রতিকতম ঘটনা, যা এক আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় ঘটল।受争议的区域Nagorno Karabakh,是两国目前的战乱区,两国也因为国际歌唱大赛而有许多丑闻缠身。
4দি স্লো উল্ফ ব্লগ বলেছে এই খবরটি সর্তকতা তৈরি করে নাকি বিনোদন সৃষ্টি করে তা তিনি নিশ্চিত নন । পোস্টের শেষে ব্লগার পূর্বের অবস্থায় থাকার সিদ্ধান্ত নেন।The Snowolf表示,这新闻究竟是警讯还是娱乐尚待定夺,但在文搞尾声,他认为前者居多。
5[…] গোল্লায় যাক, সে এক বাজে গানের জন্য ভোট দিয়েছে।[…]天杀的,他不过投票给一首歌。
6এটা আমরা নই, যারা পাহারা দেওয়ার বাঁশি বাজিয়ে কোন অজুহাতে কাউকে কঠিন সময়ে ফেলার চেষ্টা করি না, তারপর। […]原来,不只是我们拿安全警讯当理由来恶整别人。[ …]
7শেষে চূড়ান্ত প্রশ্ন; কর্তৃপক্ষ কি ভাবে জানল এই মানুষটি আর্মেনিয়ার জন্য ভোট প্রদান করেছে?最后有一个小疑问;当局到底怎么得知这男人投了亚美尼亚人一票呢?
8আমি এর জন্য বাজি ধরতে বলতে পারি যে এর কারণে সকল টেলিফোন কল ও টেক্সট মেসেজ উদ্ধার করতে হয়েছে, এক কেন্দ্রীয় তথ্য কেন্দ্র থেকে।我愿意打赌,追根究底之后,一定是有中央资料库保存了所有的通话跟简讯纪录。
9ব্রেট নিলি এই সোভিয়েত যুগের কৌশলের উপর প্রশ্ন করেছেন যা আজারবাইযানী কর্তৃপক্ষ প্রয়োগ করেছে:Brett Neely提到当局使用的苏联时代策略。
10দারুণ জমজমাট ইউরোভিশন বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতা (যা মে মাসে অনুষ্ঠিত হয়) গত কয়েক বছরে তার রাজনৈতিক অংশীদারিত্বের কথা নীচু স্বরে বলে যাচ্ছে (জর্জিয়া রাশিয়া, ইত্যাদি)।那超级俗气的年度歌唱大赛Eurovision(每年五月举办),在过去几年里都带有政治意味(乔治亚、俄国等),但是最新案例绝对有史达林主义的政治渗透(除了西伯利亚的集中营)。[ …]
11কিন্তু সম্প্রতি এই অনুষ্ঠানে এই রাজনৈতিক হামাগুড়ি, সরাসরি স্ট্যালিনের অভিনয় চলছে (এর সাথে সাইবেরিয়ান গুলাগ {সোভিয়েত সময়ে বিচার করত যে প্রধান বিচারপতি তাকে গুলাগ বলে ডাকা হত} বাদ দাও)।尽管亚塞拜然的参与者夺得光荣的第三名, 但想到亚塞拜然人可能支持第一敌国亚美尼亚,就有点离谱了。
12যদিও এই প্রতিযোগিতায় আজারবাইযানের প্রবেশ খুবই সম্মানিত ভাবে হয়েছে, সে তৃতীয় স্থানে উঠে এসেছে, কিন্তু এখানে চিন্তাটা হচ্ছে আজারবাইযানের প্রধান শত্রু আর্মেনিয়াকে সমর্থন করা, কোন আজেরির জন্য এই ভাবনা অনেক বেশি।先不管亚塞拜然人这次的参赛还包含了一名伊朗籍瑞典歌手连同一名亚塞拜然偶像,促使 Nasirli因抗议而对亚美尼亚投下一票。
13মনে করার কিছু নেই, এখানে আজেরিদের প্রবেশ রয়েছে, যার মধ্যে রয়েছে ইরানী-সুইডিশ বংশদ্ভূত গায়ক, যে এক আজেরি পপ গায়ক হিসেবে যোগ দিয়েছে।更可怕的是亚塞拜然人如何发现Nasirli「背叛的」一票:
14এই ঘটনা যা উৎসাহিত করেছে নাসিরালিকে। সে এর প্রতিবাদে আর্মেনিয়ার পক্ষে ভোট দিয়েছে।在这里,一点点分数根本无关紧要。
15এমনকি সবচেয়ে ভীতিজনক ব্যাপারটি হচ্ছে কি ভাবে আজারবাইযান আবিষ্কার করল নাসিরালির বিশ্বাসঘাতকতা পূর্ণ ভোটটি? কয়েক পয়েন্ট অর্জনে এর কোন হেরফের ঘটে না।首先,如果在安全局里有人认为必须过滤简讯纪录,来查出在这世界上最愚蠢的转播活动中,谁不支持亚塞拜然队伍,那亚塞拜然人一定非常的不安。
16প্রথমতঃ আজারবাইযান রাষ্ট্রটি অবশ্যই উন্মাদের মতো নিজেকে নিরাপত্তাহীন ভাবে, যদি নিরাপত্তা বাহিনীর কেউ অনুভব করে যে এসএমএস রেকর্ড পরীক্ষা করে দেখা দরকার, কে আজারবাইযান দলের জন্য ভোট দেয় নি, বিশ্বের অন্যতম এক জঘন্য টেলিভিশন অনুষ্ঠানের জন্য।人权观测站(Human Rights Watch)记录了本国消灭异议的积极企图。
17মানবাধিকার সংস্থাগুলো দেশটির ভিন্নমতাবলম্বীদের চুপ করে দেবার প্রচেষ্টাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।许多人不感到意外,因为早在二月,乔治亚决定退出比赛时,Eurovision歌唱大赛就已经有个不好的开端。
18অন্যরা ততটা বিস্মিত নয়, বিশেষ করে ইউরোভিশনের যাত্রাই শুরু হয়েছে খারাপ ভাবে, যখন ফেব্রুয়ারি মাসে জর্জিয়া প্রতিযোগীতায় তার প্রবেশাধিকার অর্জন করতে ব্যর্থ হয়।Eurovision Central有更多消息。
19ইউরোভিশন সেন্ট্রাল এ বিষয়ে আরো জানাচ্ছে:[…]他的行动几乎代表亚塞拜然政府。
20[…]তার কাজ বিশাল ভাবে আজারবাইযানের সরকারের প্রতিনিধিত্ব করে।谁会想到,国际政治也在Eurovision歌唱大赛凑了一脚?!
21আন্তর্জাতিক রাজনীতি, এখন তার মাথা ইউরোভিশনে ঢোকাচ্ছে?这就是投给亚美尼亚人的票,它让投票人麻烦上身。
22কে এমনটা ভেবেছিল?!我不知道他们是否觉得值得?
23এখানে আর্মেনিয়ার প্রবেশ যা ভোটারদের বিপদে ফেলে দিয়েছে- আমি বিস্মিত যদি তারা মনে করে যে এটি তার যোগ্য?A Fistful of Euros说这事件显示了两国的民主状况,或缺乏民主的状况。
24এ ফিস্টফুল অফ ইউরো বলছে এই সংবাদ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রকৃতি নির্দেশ করছে, অথবা তার অভাব- উভয় রাষ্ট্রেই।对两国而言,这是显示自由的一个不错的指标。
25এটা আসলে তুলনামূলক ভাবে স্বাধীনতার ক্ষেত্রে উভয় রাষ্ট্রের একটা ভালো সূচক।亚美尼亚的民主是经营出来的,反对党几乎无力反击。
26আর্মেনিয়ায় রয়েছে নিয়ন্ত্রিত গণতন্ত্র, এখানে বিরোধী দলকে অনেকটা দন্তহীন করে রাখা হয়।去年,有一个和平示威,抗议大选受到操控;当政府感到厌卷时,就对街道上示威的民众扫射。(
27গতবছর একটা নির্বাচনে কারচুপির বিষয়ে প্রতিবাদকারীদের উপর সরকার চড়াও হয়।后来,当然是怪罪在反对党身上。)
28রাস্তার উপর তারা একদল প্রতিবাদকারীর উপর গুলি ছোড়ে, তাদের ভূপাতিত করে (বলাই বাহুল্য এবং তারপর এর জন্য তারা বিরোধী দলকেই দায়ী করে)।亚美尼亚有正式的反对党。 亚美尼亚新闻有一定程度的自由。(
29বলা যায়, আর্মেনিয়ায় কেবল নামে এক বিরোধী দল রয়েছে।报纸有,但电视跟广播就没那么自由了。)
30আর্মেনিয়ার প্রেস স্বাধীন যেন (ঠিক আছে খবরের কাগজ অনেক স্বাধীন, টিভি ও রেডিও ততটা নয়) সরকারের খোলাখুলি সমালোচনা সহ্য করা হয়।[政府能接受公开的批 评。[
31…] এবং অনেক বড় জায়গা রয়েছে… আমি জানি না ঠিক কিভাবে এটা বলা যায়…ঠিক নিরীহ নয়।…]我不知道该怎么说明,但是有更多的空间给…,不全然是异议。
32মতামত যা সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদ এর ধারণা থেকে ভিন্ন?那与民族共识不同的意见呢?
33আর্মেনিয়ায় এমন এক দেওয়াল রয়েছে যা অতিক্রম করা যায় না, কিন্তু তারা অনেক বিস্তৃত।在亚美尼亚,有些界线是不允许被挑战的,但是已 经放很宽了。
34এখানে কে আজেরিকে ভোট দিল তা নিয়ে কেউ মাথা ঘামায় না।没有人会真的在意你是否投票给亚塞拜然的选手。
35অন্যদিকে আজারবাইযানে পরিষ্কার ভাবে এক দমন মূলক স্বৈর তান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে।在另一方面,亚塞拜然则有相当压抑的独裁统治。
36এর বেশি বলার কিছু নেই।其他没什么好说的了。
37রাজনৈতিক ভাবে এটা অনেকটা মধ্য এশিয়ার প্রাক্তন সোভিয়েট প্রজাতন্ত্রের মতো এবং তা দক্ষিণ ককেশাসের অন্য দুই দেশের মতো।政治上,与其雷同另外两个南高加索国家,它更像中亚的前苏联政府。
38আজেরি সমাজে জনগণের মাঝে ভিন্নমতাবলম্বিদের জন্য খুব সামান্য জায়গা রয়েছে।而且亚塞拜然社会允许的公开异议较少。[ …]
39যাই হোক আজারবাইযান এক পুলিশি রাষ্ট্র হতে যাচ্ছে।无论如何,亚塞拜然是一个想要成为警察政治的国家,而在Nagorno发生的冲突是棘手的。
40নগর্নো কারাবাখ নিয়ে সমস্যা রয়ে গেছে।它不是新闻。
41যদিও আসলে খবর নয়, কিন্তু আরো একবার আমরা ইউরোভিশনের শক্তি দেখলাম এবং তা যে সব সময় খবর হওয়ার যোগ্য তা।但是,我们再次看到了Eurovision歌唱大赛的影响力!
42নোট ফ্রম দা বার্টেন্ডার বলছে যে, এই ঘটনা সম্বন্ধে ধারণা করা যায় (লেখক জর্জ অরওয়েল যে ভাবে ধারণা করেছিল), কিন্তু তিনি এর সাথে যোগ করেন, গানটি প্রথম স্থানে আসার মতো ভোট পাওয়ার যোগ্য নয়।那才是永远值得采访的事情。 Notes of the Bartender说这这是奥威尔式的事件,也补充说明这首歌本来就不值得被投票表决。
43যদি বিনোদনপূর্ণভাবে, এই সমস্ত গল্প সব সময় আমাকে বিস্মিত করে মানুষে চিন্তাভাবনা যে ক্ষমতার মাঝে অবস্থান করে।这些故事虽然很有趣,但总让我好奇当权者的想法。
44তাদের ক্ষমতার মুঠি এতটাই ভঙ্গুর যে, তাদের কোন নাগরিক এক গানের প্রতিযোগিতায় কোথায় ভোট দিচ্ছে তা তাদের দেখা দরকার?难道他们的权力如此脆弱,让他们需要监视国民的歌唱比赛投票吗?
45সরকার কি তার সকল শক্তি বা সম্পদ নাগরিকদের ফোনের টেক্সট মেসেজ পড়ার কাজে ব্যয় করছে?政府真的利用资源读取大家的手机简讯吗?
46তাদের দেশ প্রেমের ধারণা কতটা বিকৃত হয়েছে?他们爱国的想法怎么变的如此扭曲?[ …]
47[…] […] লম্বা সময় ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা মনে হচ্ছে এই প্রতিযোগিতাকে, এক ধরনের রসিকতা হিসেব বিবেচনা করছে, দেখে মনে হচ্ছে কে এই সবচেয়ে বিচিত্র ভাবে এই প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে।欧盟的长期会员现在似乎当这比赛是一起笑话,要看谁能进入最可笑的比赛。
48বিস্তৃত ইউরোপীয় সম্প্রদায়ের মধ্যে নতুন প্রবেশ, যাই হোক, বিষয় গুলোকে খানিকটা গুরুত্বের সাথে নিতে হবে।广大欧洲社会的新名人堂,往往持过分严肃的态度,把优胜视为国家的进步。
49জয় কে এক জাতীয় অগ্রগতি হিসেবেই ধারণ করতে হবে।如果这是食物品管的警察的访查,我多少还能理解一些。
50আমি বুঝতে পারি এটা ছিল রাষ্ট্রের পুলিশের এক ভ্রমণ […]Life After Helsinki 2007认为专横的策略是荒谬的。
51লাইফ আফটার হেলসিংকি ২০০৭ এই কঠোর কৌশলকে অবাস্তব বলে উল্লেখ করেছেন, যেখানে দি আমেরিকান অবজার্ভার সাধারণ ভাবে উপসংহার টেনেছে যে যদি কেবল ৪৩ জন আজেরি নাগরিক আর্মেনিয়ার জন্য এ বছর প্রতিযোগিতায় ভোট দেয় এবং জানা যাচ্ছে তা তারা করতে পেরেছে টেলিফোন নম্বর কাউকে না দেখিয়েই, তা হলে ২০১০ সালে যে কেউ এই কাজ করতে পারে।同时,The Armenian Observer也简单的结论,今年的比赛中,如果投票给亚美尼亚选手的只有43位亚塞拜然人,据传闻没有使用可显示的电话号码,那2010年不太可能有人会再这么做。 校对:Soup