Sentence alignment for gv-ben-20121005-32068.xml (html) - gv-zhs-20121120-11784.xml (html)

#benzhs
1ভারত: নিজের ম্যাপ তৈরি করুন নিজের শহরের সমৃদ্ধির জন্য印度:用你自制的地图改革城市
2ট্রান্সপারেন্ট চেন্নাই (স্বচ্ছ চেন্নাই) হল নাগরিক অংশগ্রহণের একটি মঞ্চ যা ‌একক ব্যবহারকারী বা বিভিন্ন দলগুলোকে আমন্ত্রণ জানায় ভারতের চেন্নাই শহর সম্বন্ধে তাদের তথ্যগুলো অন্তর্ভুক্ত করার জন্য“透明清奈”是个市民参与的平台。 这个平台邀请个人或团体使用者自制并且上传关于清奈这个印度城市的资料,目的是利用这些来自群众而且时时更新的资料,帮助市民们反驳政府提出的不准确或不完整的资料,以便在面对政府的时候,更能掌握自己的权利与利益。
3। এর লক্ষ্য হল ক্রাউডসোর্সিং (সমস্যা সমাধানের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দলবদ্ধভাবে কাজ করা) এর মাধ্যমে যোগাড় করা তথ্য হালনাগাদের মাধ্যমে ভুল বা অসম্পূর্ণ সরকারী তথ্যগুলো সম্পূর্ণ করা যাতে তারা তাদের অধিকার রক্ষার জন্য সরকারের কাছে তাদের দাবিদাওয়াগুলো সহজে তুলে ধরতে পারে।去年,藉由发声(Rising Voices)小额捐助计划,透明清奈在他们既有的工作里增加了新项目,旨在为清奈南方的两个渔村 Urur 与 Olcott 提供直接参与的管道。
4গত বছর, ট্রান্সপারেন্ট চেন্নাই রাইজিং ভয়েসেস প্রকল্পের আর্থিক সহায়তায় তাদের কাজে আরও নতুন বিষয় যোগ করেছে, দক্ষিণ চেন্নাইয়ের দুটি মৎস্যজীবী গ্রাম উরুর এবং অলকোট'কে সরাসরি সম্পৃক্ত করেছে।他们所采取的步骤写在发声计划的博客里: 一些 google image 输出的影像加工以后的样子。
5রাইজিং ভয়েসেস ব্লগে তাদের নিজস্ব ব্লগটিতে তাদের কাজের ধাপগুলো বর্ণনা করা হয়েছে:影像由透明清奈提供。
6গুগল চিত্রের ছাপানো ছবিতে অঙ্কন শেষে যেমন দেখাচ্ছে।1. 提案先经由村议会(地方的自治单位)通过。
7ছবি - ট্রান্সপারেন্ট চেন্নাইয়ের সৌজন্যে। ১। প্রস্তাবনাটি স্থানীয়ভাবে নির্বাচিত সরকার পঞ্চায়েতের মাধ্যমে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।2. 从 Google Maps 取得当地的沿岸空照图,印在 A1 纸张上,让参与者瞭解这个区域里有些什么。
8২। অংশগ্রহণকারীদের বুঝার সুবিধার্থে উপকূল রেখার গুগল মানচিত্রের ছবিগুলো বড় কাগজে ছাপানো হয়।3. 参与者用编码记号将资料绘制在 Google Maps 的空照图上。
9৩। সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অংশগ্রহণকারীরা পুরো গুগল মানচিত্রের উপরে ছবিগুলো অঙ্কন করে।4. 透明清奈团队利用这些图纸制作出粗略的地图。
10৪। ট্রান্সপারেন্ট চেন্নাই দল ঐ চিত্রগুলোর উপর ভিত্তি করে সাধারণ মানচিত্রগুলো তৈরি করে।5. 草图在公共集会发表,让市民提出意见。
11৫। খসড়া মানচিত্রগুলো একটি জনসভায় উপস্থাপিত হয় তাদের মতামত জানার জন্যে।最终定案的地图则根据这些回馈意见绘制而成。
12সকলের মতামতের উপর ভিত্তি করে সর্বশেষ মানচিত্রটি অঙ্কন করা হয়।制图过程中参与者被问到的问题是,你希望你的地图上有些什么?
13যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল, আপনার মানচিত্রে আপনি কি দেখতে চান?影像由透明清奈提供。
14ছবি - ট্রান্সপারেন্ট চেন্নাইয়ের সৌজন্যে।透明清奈网站上现在有一套工具,透过一些设定能让你制作自己的清奈地图。
15ট্রান্সপারেন্ট চেন্নাই পোর্টালে, পরিবর্তন করা সক্ষম একটি টুল ব্যবহার করে আপনি চেন্নাই শহরে আপনার নিজের মানচিত্র তৈরি করে নিতে পারেন - উড়াল সেতুর স্তরগুলো সনাক্ত করা থেকে বিশেষ সড়ক প্রকল্পগুলো, ওয়ার্ডের আদমশুমারির তথ্যগুলো, বস্তি অনুমোদন বোর্ড থেকে বস্তি এলাকার তথ্য এবং পাবলিক টয়লেটগুলোর অবস্থান।可以加上去的图层包括桥梁与特殊的道路工程计划、市政府的统计资料、贫民窟管理处的贫民窟资料,还有公厕的位置。 印度开放知识基金会(Open Knowledge Foundation India)的 Lucy Chambers 写到:
16মুক্ত জ্ঞান ফাউন্ডেশন ইন্ডিয়া ব্লগে লুসি চেম্বারস লিখেছেন: চেন্নাইয়ে নিথ্যা রামান, শ্রী নিধি সাম্পাথকুমার এবং দলের পক্ষ থেকে আয়োজন করা ট্রান্সপারেন্ট চেন্নাইয়ের মুক্ত তথ্য ক্যাম্প‘এ আমরা অংশগ্রহণ করি।我们在清奈参加了由透明清奈的 Nithya Raman、Srinidhi SampathKumar 及其团队所举办的开放资料营队。
17ট্রান্সপারেন্ট চেন্নাই সমষ্টিগতভাবে তথ্য তৈরি ও প্রকাশ করছে এবং চেন্নাইয়ের নাগরিক বিষয়গুলো নিয়ে গবেষণা করছে, বিশেষ করে যে বিষয়গুলো দরিদ্রদের ক্ষতিসাধন করছে এবং অবহেলিত।透明清奈计划集结、制作并且散布与清奈的市民社会议题相关的资料和研究结果,包含那些对贫穷与被边缘化的人们影响最钜的议题。
18ট্রান্সপারেন্ট চেন্নাইয়ের কাজগুলো অনন্য কারণ তারা মানচিত্র ও তথ্য তৈরি করছে মানুষদের সাহায্যের জন্য এবং বোঝার জন্য শহরের বাসিন্দারা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে।透明清奈的工作特殊之处在于,他们制作出实体的地图与资料,以帮助人们瞭解城市居民所面对的议题。
19বিল্ড এ ম্যাপ টুল এর ফিচারগুলোর লেয়ারগুলো বাছাই করার মাধ্যমে ব্যবহারকারীরাও তাদের শহরের নিজস্ব মিথস্ক্রিয় মানচিত্র তৈরি করতে পারেন।利用他们的“制作地图”工具,使用者更可以为地图加上不同功能的图层,以制作他们自己的互动的城市地图。
20দলটি চমৎকার কিছু কাজ করছে এবং জোরালো ভাবে চেষ্টা করছেন তাদের তথ্য সংগ্রহের কাজের জন্য মুক্ত অনুমতি অর্জনের।这个团队有一些很棒的工作成果,并且正积极寻求方法将他们集结的资料开放地授权。
21এই প্রকল্পের কয়েকটি স্মরণীয় কাজের মধ্যে ছিল চেন্নাইতে ঐতিহ্যবাহী স্থাপনার মানচিত্রকরণের সময়টি।这个计划最引人注目的成果包括清奈文化遗产地图工作坊。
22সুরাজ নাইর ট্রান্সপারেন্ট চেন্নাই ব্লগে লিখেছেন:Suraj Nair 在透明清奈博客中写道:
23শনিবার (১২ইমে, ২০১২), মাদ্রাজের আইআইটি এবং স্টেল্লা ম্যারিস কলেজের একদল ছাত্র গ্রীষ্মে ট্রান্সপারেন্ট চেন্নাইয়ের সাথে তাদের প্রশিক্ষণের সময় কাটাচ্ছিল, ঐতিহ্যবাহী স্থাপনার মানচিত্রকরণের পর্বের তখন যাত্রা শুরু হল।这个礼拜六(2012 年五月 12 日),一群来自 IIT Madras 与 Stella Maris 大学的透明清奈暑期工读生,开始了他们的清奈文化遗产工作坊。
24চিত্র নির্ভর তথ্য ও উপাত্ত যা অন্যদিকে বড় ধরণের রিপোর্ট, ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষার্থে এবং চেন্নাই সমর্থকদের জন্য খুবই ভাল পরিকল্পনা, আমরা খুবই উত্তেজিত ছিলাম এর অংশ হতে পেরে।透过将埋藏在大量书面报告里的资料与资讯视觉化,透明清奈主张我们对城市的文化遗产作更好的 规划与保存。 我们很高兴能参与这项工作。
25আমরা শনিবার খুব তাড়াতাড়ি যাত্রা শুরু করলাম ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর তালিকা, এদের স্বল্প বর্ণনা, জিপিএস ডিভাইস এবং ক্যামেরাগুলো নিয়ে।我们在礼拜六一早出发,带着一份文化遗产建物的列表、建物的概略描述、GPS 装置与相机。
26আমাদের উদ্দেশ্য ছিল শহরের বাঁকে ও কোনাকাঞ্চিতে আচ্ছন্ন কম পরিচিত জায়গাগুলো খুঁজে বের করা। (..)我们的目标是找出那些隐藏在城市角落里,较少为人知的地点。( ⋯⋯)
27সব মিলিয়ে, দিনটি ছিল খুবই আনন্দের, চেন্নাইয়ের খুবই কম পরিচিত দিকটি দেখছিলাম।整体来说,这天的成果十分令人满意,我们看到了清奈鲜为人知的一面。
28পরবর্তী দুটি সাপ্তাহিক ছুটিতে আমরা চেন্নাইয়ের অন্যান্য রাস্তাগুলোতে যাব, কম পরিচিত স্থাপনাগুলোকে দেখতে যেগুলো সাক্ষী ছিল অনেক গুরুত্বপূর্ণ ঘটনার এবং আতিথ্যকর্তা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের, হয়তো শুনব ভালবাসার গল্পগুলো, শোকাবহ ঘটনা, জন্ম-মৃত্যুর সাক্ষী, বিবাহ এবং রাজনৈতিক মৈত্রী বন্ধনগুলো সম্পর্কে।接下来几个周末,我们还会沿着清奈的其它街道进行探访,寻找见证过许多事件与曾有重要 人物居住,但鲜少人知道的建筑物,还可能搜集到关于爱情、悲剧、死亡、新生、婚姻、政治联盟的故事。
29সব শেষে, মানুষজন ছাড়া একটি শহরের কি আছে এবং কিভাবে আমরা আমাদের এই শহরের সমৃদ্ধ সংস্কৃতি ও তৈরি করা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষার্থে উৎসাহ দেখাতে পারি।毕竟,一个城市如果少了居住在其中的人,还剩下什么 呢?
30নিথ্যা ভি.而我们也能为保存这个城市丰富的文化与建筑遗产尽一点棉薄之力。
31রামান লিখেছে যে অতি পরিচিত সমস্যাটি হল শহরের যে তথ্য, উপাত্ত রয়েছে তা প্রায়ই ভুল।Nithya V.
32নিথ্যা দেখিয়েছেন চেন্নাই শহরের ফুটপাতগুলোর অসম বণ্টন ব্যবস্থাটি।Raman 提到,城市资料最常见的问题就是时常出错。
33প্রীতি নারায়ণ দেখিয়েছে, গুগল আর্থ কিভাবে নির্ণয়ে সাহায্য করতে পারে যে কোথায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ দরকার।Nithya 列出了清奈城里人行道分布不平均的情况,Priti Narayan 则说明 Google Earth 的资料如何帮助人们找出哪些地方需要行人天桥,以供行人安全地穿越道路。
34এই প্রকল্পটির বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে এটি নিশ্চিত করা যে গবেষণা ও তথ্য-উপাত্ত ঐসব মানুষদের কাছে পৌঁছানো যারা এগুলো ব্যাবহার করতে পারবে, বিশেষ করে পরিবর্তন প্রত্যাশী নাগরিকদের কাছে - যেমন নীতিনির্ধারকগণ, বিধানমণ্ডলীর নির্বাচিত সদস্যগণ, সাধারণ মানুষজন এবং মিডিয়া।这个计划目前的挑战,是要确保其研究与资料送到能运用它们的人手中,包括主张改革的市民、政策制定者、民选议员、一般大众与媒体。
35এই প্রকল্পটি সম্বন্ধে আপনি তাদের ফেইসবুক ও টুইটার পেইজে জানতে পারেন।你可以在这个计划的 Twitter 或 Facebook 页面追踪它的进度。