# | ben | zhs |
---|
1 | পরিবেশঃ ব্লগাররা আলোচনা করছেন শক্তি আর ‘জিরো আফ্রিকা শোভাযাত্রা’ নিয়ে | 环保:博客讨论能源议题 |
2 | বেশ কয়েকজন ব্লগার সম্প্রতি শক্তির ব্যাপারটা নিয়ে লিখেছেন, ‘আনবিক শক্তি' থেকে ‘প্লাগ এন্ড প্লে পাওয়ার', চীনের ‘দুষনমুক্ত উচ্চাভিলাষ' আর ‘পরিবেশ সহায়ক তথ্যকেন্দ্র' নিয়ে। | |
3 | দক্ষিন আফ্রিকা, চীন বা আমেরিকা যে দেশই হোক শক্তির ব্যাপারে সমাধানের অভাব ব্লগারদের চিন্তিত করেছে। আয়ান জিলফিলান জিজ্ঞেস করছেন যে “এখন কেন লোকে আনবিক শক্তির কথা চিন্তা করছে”? | 多位博客讨论到能源议题,包括核能、“能源随插即用”、中国“洁净能源计划”与环保资料中心等,无论在南非、中国或美国,博客都在思索能源问题的解决之道。 |
4 | তিনি কারনগুলো দেখিয়েছেন যে কয়লার বদলে লোকে কেন এখন আনবিক শক্তির কথা চিন্তা করে: | Ian Gilfillan想问“为何人们还在考虑核能?” |
5 | যদি আনবিক আর কয়লার মধ্যে বিতর্ক হয় তাহলে খুব কম কথাই আছে। | 也探究为何相较于煤炭,核能依然有人支持。 |
6 | গ্লোবাল ওয়ার্মিংয়ের ভীতি এবং কয়লা ব্যবহার করে শক্তি তৈরিতে যে বিশাল প্রাকৃতিক খরচ তার ফলে আনবিক শক্তিকে এক কথার সমাধান ভাবা হয়। | 若态势将是核能对抗煤炭,人们似乎不必考虑,面对目前全球暖化,再加上燃煤发电造成巨大环境成本,核能似乎势在必行。 |
7 | কিন্তু এভাবে চিন্তা করে মূল সমাধান থেকে সরে যাওয়া হচ্ছে আর তা হলো - নবীভুত শক্তি(রিনিউএবল এনার্জী)। | 但是,这个前提却忽略再生能源才是真正的解决之道。 |
8 | তিনি নবীভুত শক্তির সুবিধার কথা বলেছেন যেমন বলেছেন আনবিক শক্তি তৈরির বিরুপ দিকগুলো, নবীভুত শক্তি প্রোজেক্টের উদাহরন দিয়েছেন আর জোর দিয়ে বলেছেন যে আনবিক নবীভুত নয়! | |
9 | যদি পুরো পৃথিবী আনবিক শক্তি ব্যবহার করে তাহলে ইউরোনিয়ামের মজুদ ৯ বছরে শেষ হয়ে যাবে। | 他之后考量再生能源的种种利益、核能发电的弊病、再生能源计划范例之后认为: |
10 | ইউরোনিয়ামের দাম বেড়ে যাবে আর তার পর চেষ্টা করা হবে নতুন প্রযুক্তির মাধ্যমে আরো ইউরোনিয়াম সংগ্রহ করার যেমন আনবিক ইন্ডাস্ট্রি বলেছিল যে রেডিওএক্টিভ ব্যবহৃত জালানী আবার ঠিক করে ব্যবহার করা। | |
11 | বতমানে তা খুবই দামী আর বিপদজনক। | 核能并非再生能源! |
12 | কার্বনস্মার্টের রোরি আনবিক আর নবীভুত শক্তিকে চীন, ভারত আর দক্ষিন আফ্রিকার ক্ষেত্রে চাহিদা আর যোগানের পরিপ্রেক্ষিতে তুলনা করছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন মানুষ কেন আনবিক শক্তি চায়। | 若全球都改用核能发电,世界铀矿总量只剩下九年份,铀矿价格将因此大涨,各界也将疯狂研究利用铀矿的新科技,例如核能产业便提议二次处理用过的核燃料,目前这种作法风险与成本极高。 |
13 | তিনি সাধারন জ্বালানী থেকে নবীভুত শক্তি তৈরির কথা বলেছেন আর এটা করতে গিয়ে তিনি ‘প্লাগ এন্ড প্লে পাওয়ার' এর ধারনার কথা বলেছেন: নবীভুত শক্তি যোগানে ঘাটতি হতে পারে আর এই জন্য বড় কারখানায় এটাকে মূল শক্তির উৎস হিসাবে এখনো ব্যবহার করা হচ্ছেনা তবে প্রযুক্তির দ্রুত উন্নতি হচ্ছে। | “碳智慧”博客的Rory也从中国、南非与印度的供需脉络下,检视核能与再生能源,试图解释为何各国又打算走上核能的回头路,他也分析从传统化石燃料改用再生能源的挑战,并提出所谓“随插即用能源”的想法: |
14 | ছোট মাত্রার নবীভুত শক্তিকে অনেক কিছু ঠিক করতে হবে, কিন্তু লাভ এতে অনেক বেশি। যেমন ছোট মাত্রার শক্তি কারখানা স্থাপন জনপ্রিয় হলে স্থানীয় সমাজের লোকেরা শক্তি তৈরি আর উন্নত করার কাজ করতে পারে (অনেককে চাকুরি দিতে পারে) এবং যে কোন একটি নির্দিষ্ট প্রযুক্তির উপর নির্ভর করার দরকার পড়ে না। | 再生能源也面临供给短缺的窘境,原因在于虽然科技日新月异,但主流能源产业并未大规模发展,而小规模再生能源尽管阻碍更多,但潜 在利益也更高,例如分散发电设备后,便让地方社区更有机会发展与参与(也就带来更多工作机会),而且也毋需让任一科技走向单一标准,要因地制宜,况且未来 能源计划也可能与今日彻底不同。 |
15 | একটি পরিস্থিতির জন্য যেটা সব থেকে ভালো সেটাই নিতে হবে আর অন্যটার জন্য হয়তো সম্পূর্ন অন্য প্রযু্তি। চায়না ডায়ালগ ব্লগে রেশেল ওয়াসার চীনের ‘দুষনমুক্ত উচ্চাভিলাষ‘ নিয়ে আলোচনা করেছেন। | “中国对话”博客中,Rachel Wasser提及中国的“洁净能源计划”: |
16 | চীনের ৯০% বিদ্যুত এখনো কয়লা থেকে তৈরি হয় কিন্তু তারা নবীভুত শক্তির ক্ষেত্র বাড়াবার পরিকল্পনা করেছে। চীন কি আসলে দীর্ঘমেয়াদী শক্তি পেতে পারবে? | 中国九成用电仍来自效能低落的燃煤发电,但中国已大胆设定扩充再生能源产业目标,中国真能达到永续能源的地步吗? |
17 | আমেরিকাতে গ্রুপ ব্লগ ওয়াল্ডচেঞ্জিং এ জেরেমী ফালুদি এর লেখায় বিশেষ করে তথ্য কেন্দ্র (ডাটা সেন্টার) গুলোকে পরিবেশ সহায়ক করার কথা বলা হয়েছে। | |
18 | ডাটা সেন্টার হচ্ছে কম্পিউটার সার্ভারভিত্তিক তথ্য কেন্দ্র যা অনেক কোম্পানি যেমন গুগুল, আমাজন আর অনলাইনের ব্লগ কোম্পানির অনলাইন সেবার কেন্দ্র হিসাবে কাজ করে। | |
19 | এদের যথেষ্ট বিদ্যুত লাগে আর জেরেমি তার লেখায় ডাটা সেন্টারদের আরো কার্যকর করার কথা আলোচনা করেছেন, যাখানে তিনি পরিবেশ সহায়ক কম্পিউটিং, গবেষনা, প্রযুক্তি, আর রিপোট এর একটা সাম্প্রতিক খবর দিয়েছেন। | |
20 | শেষে গ্রীন কার এর কার্ল জিরো আফ্রিকা শোভাযাত্রার কথা ঘোষনা করেছেন: জিরো আফ্রিকা শোভাযাত্রায় পরিবেশ বান্ধব যানবাহনের প্রদর্শনী হবে এবং এগুলো টেকসই হবে কিনা সেটা বোঝানোর একটি চ্যালেন্জ গ্রহন করবে। | 美国共笔博客“世界变迁”的Jeremy Faludi撰文探讨计算机计算领域,尤其是资料中心环保化,Google、Amazon等企业及博客平台都利用资料中心提供网路服务,这些资料中心耗电量庞大,作者便在文中讨论提高资料中心效能的方式,并记录环保计算机研究、技术与报导的最新消息。 |
21 | এতে বিদ্যুত, সোলার, হাইব্রিড, হাইড্রোজেন আর বায়ো-ফুয়েলের গাড়ি থাকবে। | 最后,“绿车”博客的Carl宣布将举行零非洲拉力赛。 |
22 | এই রেইস ২০০৯ এর জানুয়ারিতে হবে আর কেপ টাউন থেকে ভিক্টোরিয়া ফলস পয়ন্ত প্রায় ৪০০০ কি মি যাবে। আমরা আপনাদের জানাবো। | “零非洲拉力赛”将成为耐久战,并展现有益地球车辆的可行性与实用性,欢迎以电力、太阳能、油电混合燃料、氢气及生质燃料为动力的车辆参加”。 |
23 | - জুলিয়ানা রটিচ | |