# | ben | zhs |
---|
1 | মেসিডোনিয়া: দেওয়াল-চিত্রে “পুনরুজ্জীবিত অতীতকাল” | 马其顿:在消失前记录涂鸦艺术 |
2 | রাষ্ট্রায়ত্ব শিল্প/ নির্মাণ খাতে সফলতার প্রেক্ষাপটে মেসিডোনিয়ার দেওয়াল-চিত্রের দৃশ্যের উপর দুই মহিলা বিজ্ঞানী ও ব্লগার ভাসিল্কা দিমিত্রোভস্কা এবং ইলিনা ইয়াকিমোভস্কা নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বহুল পরিচিত প্রত্নতাত্ত্বিক সম্মেলন মোষ ট্যাগ (টেকনিক ডি'আভ গার্দ) ২০১২-তে প্রদর্শিত হয়েছে। | 马其顿近年来在政府赞助下,艺术与营造大为兴盛,Vasilka Dimitrovska与Ilina Jakimovska两位女性科学家兼博客拍摄记录短片,以国内涂鸦现况为主题,并在美国知名考古研讨会Buffalo TAG 2012播映。 |
3 | “সিংহ, যোদ্ধা এবং দেওয়ালচিত্র শিল্পী: পুনরুজ্জীবিত অতীতকালে প্রতি-সংস্কৃতি” শিরোনামের তথ্যচিত্রটি দেওয়াল-চিত্রের দৃশ্যপটে গৃহিত জনগণের সাক্ষাৎকারসহ স্কোপিয়ে ২০১৪ প্রকল্পের (ব্রোঞ্জের সিংহ প্রদর্শিত) মাধ্যমে মেসিডোনিয়ার রাজধানীর কেন্দ্রটির উপর সরকারের নতুন, পরিশীলিত শাস্ত্রবাদী/ বলিষ্ঠভাবে দৃশ্যমান পরিচয় আরোপের প্রাণবন্ত প্রচেষ্টা সম্পর্কিত বিভিন্ন তথ্যকে পাশাপাশি স্থাপন করেছে (দৃশ্যমান শিল্পের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব শব্দ!)। | |
4 | সহ-রচয়িতাদের একজন প্রত্নতাত্ত্বিক দিমি্ত্রোভস্কা মেসিডোনিয়াতে প্রকাশ্যে কথা বলতে সাহস করা জনগণের প্রায়ই শুনতে পাওয়া একটি ডিসক্লেইমার [দাবিত্যাগ] ঢুকিয়ে দিয়ে তার ব্লগে এটি লিখেছেন [মাকেদনস্কি ইয়াজিক - মেসিডোনিয়ার ভাষা]: আমরা এই তথ্যচিত্রটি নির্মাণ করেছি… আমাদের দেশে নতুন শহুরে পদ্ধতি - মূলতঃ স্কোপিয়ে - বাস্তবায়নের কারণে দেওয়াল-চিত্রটির অন্তর্হিত হওয়া বা হতে যাওয়া অংশটি ভালবাসার সাথে নথিবদ্ধ করার জন্যে। | 这部影片题为《狮子、战士与涂鸦艺术家:在古典复苏时期的反文化》,呈现政府成立Skopje2014计划,以铜狮为重点,企图在首都市中心里,建立崭新、优美的古典/巴洛克视觉形象,并穿插涂鸦艺术家访谈画面。 |
5 | প্রকল্পটির কোন রাজনৈতিক মাত্রা নেই, বা আমরা এর সঙ্গে কোন রাজনৈতিক যোগাযোগ প্রত্যাশাও করি না। | 其中一位制作人Vasilka Dimitrovska为考古学家,她在博客写下这段话,若有人胆敢在马其顿公开发言,都常出现类似声明: |
6 | মেসিডোনিয়ার দেওয়াল-চিত্রটির উপর এই ছোট্ট প্রকল্পটি সামান্য অর্থায়নে নেয়া হয়েছে, এবং আমরা দেওয়াল-চিত্রটির শিল্পীদের যারা এই উপ-সংস্কৃতির দৃশ্যমান অংশটিকে আকার দিয়েছেন বা এখনো দিচ্ছেন যা আইনতঃ দণ্ডনীয় হলেও ক্ষমতাসীন রাজনৈতিক শ্রেণী কর্তৃক ব্যবহৃত (অপব্যবহৃত নয়), তাদের কণ্ঠ এবং মতামত - কোনরকম সেন্সরশীপ বা বিবৃতির কোন জগাখিচুড়ি ছাড়াই - উপস্থাপন করার প্রত্যাশা করি। | |
7 | চলচ্চিত্রটিতে সাক্ষাৎকার নেয়া শিল্পীরাও রাজনৈতিক জীবনের প্রতি যে কোন ধরনের আগ্রহকে অস্বীকারের প্রয়োজন বোধ করেন। | 我们拍摄这部记录片…希望留下这些美好的涂鸦,因为首都及各地正在推行新都会概念,让这些涂鸦已经或即将消失,这项计划并无 政治色彩,我们也无意添加政治意涵。 |
8 | তারা স্ব-উদ্যোগে “লিখে” ধরা পড়ে শাস্তির (অন্তত ৫০ ইউরো) হুমকি এবং বাণিজ্যিক কারণে বা বৈধভাবে সুনির্দিষ্ট সরকারী দালান অলংকৃত করার জন্যে অধিগ্রহণ করে নেয়া দেওয়াল-চিত্র শিল্পীদের জড়িত করে স্থানীয় সরকার প্রকল্পের কারণে বিক্রয় অযোগ্য হয়ে যাওয়ার ভয়ের মধ্যে টুটে যাওয়ার কথা বলেছেন। | 这项小计划经费有限,希望在毫无审查与政治意图的情况下,呈现这些涂鸦艺术家的声音与意见,他们不断塑造这项次文化的 视觉风貌,涂鸦在国内并不合法,但执政者也会使用。 |
9 | তারা দ্রুত গড়ে উঠা একটি প্রজন্মগত ব্যবধানের কথাও উল্লেখ করছেন। অপর সহ-রচয়িতা জাতিতত্ত্বিক ইয়াকিমোভস্কা তার ব্লগের একটি পোস্টে ২০০৭ সালে ব্রায়ানের জীবন চলচ্চিত্রের বিখ্যাত দৃশ্যটি নির্দেশ করে এটা লিখেছিলেন [মেসিডোনিয়ার ভাষায়]: | 受访艺术家在影片中亦认为,要表明自己对政治毫无兴趣,他们提到若被官方逮到违法涂鸦,至少得罚款50欧元,但若是为商业单位或地方政府计划出卖自己,有时可以在特定公共建筑上合法创作,这两种情况令他们很挣扎;他们另提到,在这项次文化中,代沟正快速成形。 |
10 | শুনতে অবিশ্বাস্য হলেও দেওয়াল-চিত্র কিন্তু - লোকশিল্প! শহরের দেয়ালে যারা এগুলো তৈরী করেন এবং যারা এগুলো পড়েন তাদের জন্যে দেওয়াল-চিত্রের আঁকা বা লেখাতে কোন বার্তা থাকুক বা নাই থাকুক, এগুলো একধরনের অভিব্যক্তি এবং যোগাযোগ। | 另一位制作人Ilina Jakimovska则是民族学家,她曾在2007年一篇博客文章里提到,电影《布莱恩的一生》曾出现一个知名场景: |
11 | আপনার গভীরে লুকানো কিছু থাকেলে, আপনাকে ব্যাথা দিলে, পোড়ালে সেটা দেয়ালে লিখুন এবং এটা সেকথা প্রকাশ করবে… স্কোপিয়ে'তে আমার প্রিয় কয়েকটির মধ্যে রয়েছে “কোন নারীই নারী নয় যতক্ষণ পর্যন্ত না সে একজন নারী হয়,” “ঈশ্বরকে ধন্যবাদ আমি ঈশ্বরে বিশ্বাসী নই”… এর আগে এলেক্স [মেসিডোনিয়ার ভাষায়] বা দিয়াঙ্গোর [মেসিডোনিয়ার ভাষায়] মতো আরো অন্যান্য ব্লগার স্কোপিয়ে দেওয়াল-চিত্র সম্পর্কে লিখেছেন। | 听来或许让各位难以置信,但涂鸦其实是种民俗,不论是透过图像或文字传达讯息,对于创作者或阅读者而言,涂鸦都是种表达与沟通的 形式,若有什么事物深藏在各位心中,令各位不吐不快,只要写在墙上,就会开始诉说…我在首都曾看到不少很喜欢的句子,例如“除非她是女人,否则女人不 算女人”、“感谢老天,我是无神论者”… |
12 | তথ্যচিত্রটিতে দেখানো শিল্পীদের প্রকাশ্য ইন্টারনেটে অনলাইন উপস্থিতি নেই, তবে কখনো কখনো ফেসবুকে তাদের কাজের আলোকচিত্র প্রকাশ করেন। | Alexx、Django等博客过去亦曾提及马其顿首都的涂鸦;记录片里受访艺术家并未公开在網絡上陈列作品影像,但有时会在Facebook个人页面里张贴作品照片。 |