# | ben | zhs |
---|
1 | মালাউই: ব্লগাররা ৩ সপ্তাহে ৩০ বার সংঘটিত হওয়া ভূমিকম্প নিয়ে আলোচনা করছে | 马拉维:三周三十起地震惊魂 |
2 | মালাউইর উত্তরের জেলা কারোঙ্গায় গত তিন সপ্তাহে মোট ৩০ বার ভূমিকম্প সংঘটিত হয় যাকে অনেক ভূতাত্ত্বিক বিরল বলে অভিহিত করেছেন। | |
3 | এর ফলে ৫ জনের মৃত্যু ঘটেছে, ২০০ জন আহত হয়েছে এবং ৩০০০ জন মানুষ গৃহহীন হয়েছে। | |
4 | সর্বশেষ সংবাদ জানা যায়, ২৭ ডিসেম্বর রোববারে, কারোঙ্গায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে এবং ধারণা করা হচ্ছে, এ ধরনের ভূমিকম্প আবার আঘাত হানতে পারে। | |
5 | মালাউইর রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মুথারিকা কারোঙ্গা জেলাকে জাতীয় বিপর্যয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন। | |
6 | তিনি দুর্গত এলাকার লোকজনকে সাহায্য করার জন্য অনুরোধ জানান, কিন্তু ইউরেনিয়াম খনি সমৃদ্ধ এই জেলার লোকজনকে সাহায্য করতে সবার কেমন যেন নিরুৎসাহিত ভাব লক্ষ্য করা যাচ্ছে। | |
7 | ব্লগাররা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। অনেক মালউই নাগরিকের মনে লম্বা সময় ধরে এই প্রশ্ন রয়ে গেছে, কেন বার বার এ ধরনের ভূমিকম্প সংঘটিত হচ্ছে। | 过去三星期,马拉维北部Karonga共发生30起地震,连地质学家也直呼罕见,地牛翻身至少造成五人死亡、逾二百人受伤、逾三千人无家可归,新消息指12月27日当地再次发生地震,预料还会有余震接连而来。 |
8 | ‘কারোঙ্গা এলাকায় সংঘটিত ভূমিকম্প বিষয়ক ধাঁধার হারানো রহস্য' নামক শিরোনামে এক পোস্টে বিস্তারিত ভাবে মুজা গন্ডোওয়ে এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং তিনি এর উত্তর খুঁজেছেন: | |
9 | ৬ ডিসেম্বর রোববার সকালে, প্রথমবার ভূমিকম্প আঘাত হেনেছিল। সরকার এবং রেডক্রস ভূমিকম্পে বিধ্বস্ত মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করে। | 总统Bingu wa Mutharika宣布Karonga为国家灾区后,援助纷沓而至,希望能帮助这个铀矿区的居民。 |
10 | তবে তারপরেও সরকারকে এর জবাব দিতে হবে, সেখানে কি ঘটেছিল? লোকজন কি জানে, কি কারণে সেখানে ভূমিকম্প সংঘটিত হচ্ছে: তারা কি মনে করে যে, এটা ঈশ্বরের কাজ, তাদের রাগান্বিত পূর্বপুরুষদের প্রদান করা শাস্তি, অথবা পৃথিবীর ধ্বংস যে ঘনিয়ে আসছে এটি তার আলামত? | 博客亦迅速反应,许多民众心中不免对地震起因存有疑问,Muza Gondwe在The missing Pieces of the Karonga Earthquake Puzzle博客详细撰文,试图解答这个问题: |
11 | ডিসেম্বর মাসে, প্রথম ভূমিকম্পের পরের দিন সকালে ভূমিকম্পে সৃষ্টি এক বিশাল কম্পনের ঘটনা ঘটে। উত্তর মালাউইতে অবস্থিত কারাঙ্গা জেলার মাটি ঠিক এর পরই পরপর বেশ কয়েক বার কেঁপে ওঠে। | 第一起地震于12月6日晚间发生,政府与红十字会均对灾民伸出援手,但政府也该提供解答,人民应该要知道地震成因,究竟是上帝作为、祖灵愤怒,或末日之兆? |
12 | সবচেয়ে বড় ভূকম্প যেখানে ঘটেছিল সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দুরে অবস্থিত মজুজু জেলায়ও এর কম্পন টের পাওয়া যায়। | |
13 | সবচেয়ে বড় ভূকম্পন ছিল রিখটার স্কেলে ৫. ৯ মাত্রার। | 马拉维北部Karonga地区之后陆陆续续又出现多起地震,因为达芮氏规模5. |
14 | আমার পিতামাতা মুজুজু ও কারোঙ্গা ঠিক মাঝখানের এক এলাকা রুমফিতে বাস করেন। তারা প্রতিবার ভূকম্পনের সময় দৌড়ে ঘরের বাইরে চলে আসেন এবং ভাবতে থাকেন যে পৃথিবীর ধ্বংস আসন্ন। | 9,连150公里外的Mzuzu地区亦感受到晃动,我父母所住的 Rumphi地区位于Karonga与Mzuzu之间,他们每次地震便夺门而出,不知是否末日已至。 |
15 | এখানে তিনদিনে ১২টি ভূকম্পন অনুভূত হয়েছে। এর ফলে বিভিন্ন বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ঘটনায় দেওয়াল চাপা পড়ে এক শিশু মারা গেছে। | 三天内便出现12次有感地震,许多住家及建筑物受损, 墙壁倒塌也造成一名孩童夭折。 |
16 | এখন মুজা এই সব কম্পনের ভূতাত্ত্বিক কারণগুলো সরবরাহ করার চেষ্টা করেছে। মালাউইর রাজনৈতিক দলগুলো এই ঘটনায় সাড়া প্রদান না করায় নাদাঘা তার হতাশা ব্যক্ত করেছেন। | Muza试图从地质观点解释地震,Ndagha则不满各政党毫无动静,他说若现在是竞选时期,各党早已蜂涌而至。 |
17 | তিনি দাবি করেন, যদি এখন সেখানে নির্বাচনী প্রচারণার সময় হত, তা হলে রাজনৈতিক দলগুলো সেখানে ত্রাণের বন্যা বইয়ে দিত। | |
18 | তারা কি সেই সব রাজনৈতিক দল নয়, যাদের কাছে ভূমিকম্পের শিকার মানুষদের দেবার মত যথেষ্ট টাকা নেই, অথবা এই এলাকা প্রচারণা চালানোর উপযোগী নয়? | |
19 | ২০০৯ সালের শুরুর নির্বাচনী প্রচারণার সময়ের কথা আমি স্মরণ করতে পারি। | 究竟是政党没钱帮助灾民? |
20 | সে সময় এনডিরানডে বাজারে ঘটা অগ্নিকাণ্ডের “শিকার” ক্ষতিগ্রস্তদের টাকা দেবার জন্য রাজনীতিবিদরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় নেমেছিল। | |
21 | আপনাদের এটা জানা প্রয়োজন যে, সেই ঘটনায় কেউ মারা যায় নি বা আহত হয় নি। | 抑或是因为最近无选举? |
22 | তারপরেও ক্ষতিগ্রস্তরা মোট ৫০ লক্ষ কাওয়াচে (মালাউই মুদ্রা) পেয়েছিল। | 我记得在今年竞选期间,政治人物都争相捐献帮助Blantyre地区Ndirande市场大火受害者。 |
23 | সেই হিসেবে কারোঙ্গার ক্ষতিগ্রস্তদের জন্য ড: বিঙ্গু ওয়া মুথারিকা মাত্র ২৫ লক্ষ কাওয়াচে প্রদান করেছেন! | |
24 | হে রাজনৈতিক দল সমূহ, আপনারা দায়িত্বশীল হন এবং নিজেদের সম্বন্ধে যা দাবি করেন, তা প্রদর্শন করুন। যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের এখন সত্যিকার অর্থে আপনাদের প্রয়োজন। | 在市场大火事件中,完全没有人伤亡,但总共却获得500万元,相较于,Karonga地区只获得总统拨款250万元! |
25 | ইতোমধ্যে প্রাকৃতিক সম্পদ, জ্বালানী ও পরিবেশ মন্ত্রণালয় এই গুজব বাতিল করে যে কারোঙ্গার ভূমিকম্পের কারণ কেইরেকেরা এলাকায় খনি নির্মাণ। | |
26 | এটি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দুরে অবস্থিত। মন্ত্রণালয় বলছে, এখানে উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে ইউরেনিয়াম তোলা হয় এবং এই খনিতে মাটির নিচে কোন কাজ হয় না। | 各个政党,你们也该言行一致吧,现在才是选民真正需要你们的时候。 |
27 | এ কারণে এসব ভূমিকম্পের সাথে এই খনির কোন সম্পর্ক নেই। এসব ভূমিকম্পের ঠিক আগে মালাউই চারটি প্রধান অর্থনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়। | 政府天然资源、能源与环境部则忙着澄清谣言,外界传言指称,Kayerekera地区的矿场距Karonga约35公里,相关采矿工作造成地震,政府则强调铀矿区为露天矿场,并无地下活动,故与震灾无关。 |
28 | এগুলো হল, জ্বালানী তেল, বৈদেশিক মুদ্রা বিনিময়, শক্তি বা বিদ্যুৎ এবং পানি সংকট। এর ফলে, ব্লগার অস্টিন মাডিঙ্গা বিস্মিত যে মালাউইর নেতারা এসব ঘটনা থেকে কোন শিক্ষালাভ করছে কি না: | 在北部地震发生前,马拉维共面临四大经济挑战,包括燃料、外汇市场、电力与饮用水,让博客Austin Madinga质疑马拉维领导人是否有学到任何教训: |
29 | ব্লনটাইরে এলাকায় পানির সংকট রয়েছে, সারা দেশ জুড়ে বিদ্যুৎ ও জ্বালানী সংকট দেখা দিয়েছে, এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ে এক সাধারণ সংকট রয়েছে। এগুলো সমাধান না করা মানেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেষ্টাকে দুর্বল করে দেওয়া। | Blantyre地区饮用水不足,全国都欠缺电力和燃料,外汇市场也一片干涸,若未经处理,将会对经济成长造成冲击,许多人都承诺要解决或纾缓现有压力,但要等到何时? |
30 | দেশটিকে বর্তমান চাপ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন রকমের প্রতিশ্রুতি প্রদান করেছে, কিন্তু কখন তারা এইসব প্রতিশ্রুতি পালন করবে? | |
31 | আমি নিজেকে এই প্রশ্ন করি, মালাউইর নাগরিকরা কি এই সকল সংকট থেকে বুদ্ধিমত্তার সাথে বের হয়ে আসতে পারবে? | 我不断自问,马拉维历经这些事件后,会不会变聪明? |
32 | জ্বালানী সংকটের ক্ষেত্রে সাংবাদিক রিচার্ড চিরোম্বো এক ঐতিহাসিক দিক থেকে পরিস্থিতির মূল্যায়ন করার চেষ্টা করছে। | |
33 | তিনি দেখাচ্ছেন যে, মালাউইর পণ্য মোজাম্বিকে দিয়ে আসার পরিমাণ কমে আসছে। মালাউই বিগত দশ বছরে ধাপে ধাপে মোজাম্বিকের বেইরা বন্দরের ব্যবহার কমিয়ে দিয়েছে। | 记者Richard Chirombo从历史角度看待燃料危机,指出因为Beira港口使用量下滑,导致马拉维的货运都困在莫三比克: |
34 | বন্দর কর্তৃপক্ষের পণ্য পরিবহন তথ্য মোতাবেক এই ঘটনা ঘটেছে। কোরনেলডার ডে মোজাম্বিক নামক প্রতিষ্ঠানটি মোজাম্বিক সরকারের কাছ থেকে ২৫ বছরের চুক্তিতে বন্দরের কাজ দেখাশোনার দায়িত্ব লাভ করে। | 依据莫三比克Beira港务局的资料,马拉维过去十年在该港的使用量大减,Cornelder de Mozambique在1998年获得莫三比克政府的25年港口经营合约,该公司发布的报告指出,马拉维进出口商使用该港口的总量大减,例如该国进出口量 在1998年共达5. |
35 | ১৯৯৮ সালে তারা তাদের কাজ শুরু করে। তাদের সূত্রমতে মালাউইর রপ্তানী ও আমদানিকারকরা এই বন্দর ব্যবহার করা একেবারেই কমিয়ে দিয়েছে। | 7亿立方公吨,并在2002年攀升至13亿立方公吨的高峰,马拉维却无法再打破2006年的最高运量记录。 |
36 | তারা বলছে ১৯৯৮ সালে এই বন্দর দিয়ে মালাউইর আমদানি ও রপ্তানীর পরিমাণ ছিল ৫৭০ মিলিয়ান মেট্রিক টন- এবং ২০০২ সালের সবচেয়ে ব্যস্ত সময়ে তার পরিমাণ ছিল ১. | |
37 | ৩ মিলিয়ান মেট্রিক টন। ২০০৬ সালের সবচেয়ে ব্যস্ত সময়ে মালউয়ি তার পূর্বের নিজস্ব রেকর্ড ভাঙ্গতে ব্যর্থ হয়। | 对于马拉维在11月及12月发生连续四个星期以上的燃料危机,包括进口商、马拉维政府与莫三比克政府都互相推卸责任。 |
38 | জ্বালানী তেল আমদানিকারক এবং মালাউই ও মোজাম্বিকের সরকার জ্বালানী সংকটের জন্য পরস্পরকে অভিযুক্ত করছে। | |
39 | এটি পরপর চার সপ্তাহ এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে মালাউইকে সংকটে ফেলে দেয়। | 校对:Soup |