# | ben | zhs |
---|
1 | নেপালঃ ভারতের অংশ নয়! | 尼泊尔:不是印度的一部分! |
2 | ……নেপালের কথা ভুলে যাওয়া উচিত নয়, কারণ নেপাল নামক এলাকাটিও ভারতের একটি অংশ। … | ……别忘了尼泊尔,尼泊尔也是印度的一部分…… |
3 | সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলের সঞ্চালকের (উপস্থাপক) করা একটি মন্তব্য অনেক নেপালী নাগরিক ক্ষুব্ধ, যারা বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, একটি চলচ্চিত্র পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান ইটিসি বলিউড বিজনেস-এর উপস্থাপক এবং চলচ্চিত্র বিশ্লেষক কমল নাহাতা, তার এক পর্বে বলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র ডন-২ এর আয়ের বিষয়টি তুলে ধরতে গিয়ে বলে বসেন যে নেপালও, ভারতের একটি অংশ। | 最近一名印度电视频道主播的言论激怒了许多尼泊尔人,他们纷纷在各个社群网站上发泄不满。 电影回顾节目 ETC 宝莱坞事业固定出场的电影分析家 Komal Nahta 在讨论大片《宝莱坞夺面煞星二》的票房时说,尼泊尔也是印度的一部分。 |
4 | নীচে ইউটিইউবের যে ভিডিওটি রয়েছে, সেখানে ইটিসি নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠান জনাব নাহাতার প্রদান করা বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করছে: | 下面的 Youtube 影片是 Nahta 先生和 ETC 电视网的澄清声明: |
5 | এই সপ্তাহে এটি সামাজিক প্রচার মাধ্যমে অত্যন্ত আলোচিত একটি বিষয়ে পরিণত হয় এবং আরো একবার ভারত-নেপাল সম্পর্কের উপর উত্তেজনা সৃষ্টি করে। | 这已经成为本周社群网站的热门话题,也再一次激起关于尼泊尔和印度关系的辩论。 |
6 | যখন বিষয়টি ইন্টারনেটে আলোচিত হতে থাকে, বিশেষ করে কমল নাহাতাকে (@কমলনাহাতা) উল্লেখ করে টুইটারে যখন তার বক্তব্য নিয়ে আলোচনা চলতে থাকে। | 網絡上尤其推特上关于 Komal Nahta(@KomalNahta)发言的讨论越演越烈,他不得不在推特上澄清并且在博客上写了一篇维持同样看法的文章。 |
7 | এই প্রেক্ষাপটে তিনি নিজেও তার বক্তব্যকে ব্যাখ্যা করে একটি প্রবন্ধ এবং তার একই বক্তব্যকে ধরে রেখে, সেই বিষয়ে যুক্তি দিয়ে একটি ব্লগ পোস্ট করেন। | 令人讶异的是 Komal 在文章中表示并不后悔说了那些话。 |
8 | যে বিষয়টি ছিল বিস্ময়কর, সেটি হচ্ছে নাহাতা ব্লগ পোস্টে তার এই বক্তব্যের জন্য অনুতাপ করেনি। | 为了替自己的观点辩护,他说攻击他的人只是在气头上而且对他这一行一无所知。 |
9 | তার বদলে তিনি তার বক্তব্যকে যৌক্তিক প্রমান করার চেষ্টা করেন। | 他又说: |
10 | এতে তিনি আরো দাবি করেন যে, যারা তার বিরুদ্ধে এ রকম বক্তব্য প্রদান করছে তারা বিরক্তকর নাগরিক এবং তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে তেমন কিছু জানেন না। | 大多数参与这场无中生有的论战的尼泊尔人大概都不知道,尼泊尔事实上就是被当作印度的一部分,算在宝莱坞电影的国内票房中。 |
11 | সাথে তিনি আরো যোগ করেন: | 他回应其他推特留言的态度也值得商榷。 |
12 | সম্ভবত, যে সমস্ত নেপালী নাগরিক, যারা বিতর্ক সৃষ্টি করেছে, তাদের কারো আসলে বাস্তবিক অস্তিত্ব নেই, এমনকি নেপাল সম্বন্ধেও তাদের তেমন ধারনা নেই, আদতে যখন বলিউডের চলচ্চিত্রের আভ্যন্তরীণ আয়ের বিষয়টি হিসাব করা হয়, তখন নেপালকেও-এর একটা অংশ হিসেবে ধরা হয়। | Lex Limbu 写道: |
13 | অন্যদের টুইটের জবাব দিতে গিয়ে করা তার টুইটও প্রশ্নের সম্মুখীন হয়েছে। লেক্স লিম্বু লিখেছে: | 当我听到这件事也觉得不舒服,接着我好奇一个显然受过教育的成年人怎么会说出这种话。 |
14 | যখন আমি এই বক্তব্যটি শুনি, তখন আমি অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু পরে আমি বিস্মিত হলাম, কেমন করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, নিশ্চিতভাবে যে একজন শিক্ষিত নাগরিক, সে এমন একটি কথা বলতে পারে। | 看了 Komal Nahta 在推特上的辩解,也许他那样说有他的道理,但气人的是几百万地理不好的印度观众现在可能真以为尼泊尔是印度的一部分了(噢不)。 |
15 | এই বক্তব্য প্রদানের যৌক্তিকতা তুলে ধরার পর কমল নাহাতা টুইটারে সুবিধা গ্রহণ করে এবং নিজের বক্তব্যের পেছনে যৌক্তিকতা তুলে ধরেন […]। | 不光是博客和網絡文章,也有人制作了 Youtube 影片抗议。 |
16 | যথেষ্ট, এই রকম কথা বলার পেছনে তার হয়ত একটা যুক্তি আছে, কিন্তু এই বিষয়টি এখন উদ্বেগজনক ভৌগলিকভাবে সীমাবদ্ধ চিন্তার জায়গা থেকে ভারতের লক্ষ লক্ষ দর্শক এখন ভাবতে থাকবে যে নেপাল আসলে ভারতের একটি অঙ্গরাজ্য (হায়)। | 请看以下这段影片: |
17 | এই বিষয়ে কেবল ব্লগ পোস্ট কিংবা ওয়েবসাইটের প্রবন্ধ নয়, এর বিরুদ্ধে কিছু ইউটিউব ভিডিও তৈরি করা হয়েছে। এই বিষয়ে এই ভিডিওটি দেখুন: | http://youtu.be/xI9BeNHH2_g |
18 | http://youtu.be/xI9BeNHH2_g | 这不是第一次类似的争议性言论引发尼泊尔人抗议。 |
19 | এ ধরনের বিতর্কের ক্ষেত্রে নেপালীদের এর বিরুদ্ধে কণ্ঠস্বর তুলে ধরার ঘটনা এই প্রথম নয়। ১৯৯৮ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত “নেপাল এক সময় ভারতের অংশ ছিল' বক্তব্য প্রদান করার পর নেপালীদের কাছে ক্ষমা প্রার্থনা করে। | 1998 年宝莱坞名演员 Madhuri Dixit 就为她说尼泊尔曾是印度的一部分道歉。 |
20 | আবার, ২০০ সালে বলিউডের আরেক অভিনেতা হৃতিক রওশনকে এই বিষয়টি পরিষ্কার করতে হয় যে, সে কখনো এমনটা বলেনি যে, সে নেপাল এবং তার জনগণকে ঘৃণা করে। | 2000 年另一名宝莱坞演员 Hrithik Roshan 也曾出面澄清他从来没说过讨厌尼泊尔这个国家和人民。 |
21 | হৃতিক রওশন এবং মাধুরী দীক্ষিতের ঘটনা বিবিসি, সংবাদ হিসেবে প্রদান করে। বিবিসি জানায়, “বলিউডের তারকাদের নেপাল বিরোধী উক্তি করছে এমন অভিযোগের পর সেখানকার সিনেমা হলগুলো থেকে ভারতীয় চলচ্চিত্র নামিয়ে ফেলা হয়”। | Hrithik 和 Madhuri 的事件也上了 BBC 新闻:“因为宝莱坞名星毁谤尼泊尔的言论,尼泊尔电影院暂时停止放映印度电影。” |
22 | সম্প্রতি টেলিভিশনের একটি কৌতুক অনুষ্ঠানে স্টিফেন কোলবার্ট নেপালীদের পরিচয় এবং সংস্কৃতি নিয়ে ঠাট্টা করেন, এই বিষয়টিও সামাজিক প্রচার মাধ্যমে একই ধরনের আলোচনার সৃষ্টি করে। | Stephen Colbert 最近在一个综艺节目中拿尼泊尔文化和国家认同开玩笑,结果也在社群媒体上引起了类似的讨论。 |
23 | আমি আমার নিজের ব্লগ পোস্টে মন্তব্য করেছি : | 我在自己的博客文章中这样说: |
24 | এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে চলচ্চিত্রে আয়ের হিসাব অথবা শিল্প নীতিতে অথবা যে কোন বিষয়ে, এটা অতীব নিন্দনীয় ভুল। | 我对这件事的看法是,不管是不是电影公司统计或业界常态,这的确是个严重的错误。 |
25 | যদি কোন বাণিজ্যে এটা নিয়ম হয়ে থাকে, তাহলে তার অনুষ্ঠানে এই বিষয়ক সংবাদটি পরিষ্কার ভাবে উল্লেখ করা প্রয়োজন। | 如果是业界常态,那他当时就应该说清楚。 本文缩图为YouTube影片截图 |