# | ben | zhs |
---|
1 | ভিয়েতনাম: হারিয়ে যাওয়া মেয়ে খুঁজতে বাবা সাহায্য চেয়েছেন নেটিজেনদের | 越南:父亲请求网民协寻爱女 |
2 | ভিয়েতনামের গুয়েন মিন চাও তার পাঁচ বছরের মেয়ে গুয়েন ত্রুয়াং আনকে শেষ দেখেছেন পনের বছর আগে। তার মেয়েকে খুঁজতে তিনি বিভিন্ন স্থানে গেছেন যেমন হো চি মিন শহর, বিন দুয়াং জেলা আর পার্শ্ববর্তী লাওসেও। | 越南的Nguyen Minh Chau上回见到他当时五岁大的女儿Nguyen Truong An,已经是15年前的事情了。 |
3 | তিনি জাতীয় টিভি আর রেডিওতে সাহায্য প্রার্থনা করেছেন কিন্তু মেয়েকে পেতে ব্যর্থ হয়েছেন। আজ মরিয়া এই বাবা নেটনাগরিকদের সাহায্য চেয়েছেন তার দীর্ঘ দিনের হারানো মেয়েকে খুঁজতে। | 他去过各个地方寻找女儿,像是的胡志明市和平阳省,甚至邻近的寮国。 |
4 | মেকং ডেল্টা অঞ্চলের তিয়েন গিয়াং এর বাসিন্দা চাও এর কথা অনুসারে, তার মেয়ে ১৯৯৫ সালের ১০ই ডিসেম্বর থেকে নিরুদ্দেশ। | 他上全国性电视跟广播节目请求帮助,但依然没能找着。 |
5 | চাও এর মেয়ে আর ভাতিজা দিয়েম মাইকে শেষ পড়শির বাড়িতে খেলা করতে দেখা যায়। দুই বাচ্চার বয়স তখন পাঁচ বছর ছিল। | 今天,这位绝望的父亲希冀网民们能在他寻找女儿的漫漫长路上给他一点协助。 |
6 | গত মাসে চাওকে একজন আত্মীয় সাহায্য করেন এক ওয়েবসাইট তৈরিতে যেখানে তার হারিয়ে যাওয়া মেয়ে সম্পর্কে তথ্য আর রিপোর্ট সংগ্রহ করা হবে। | Chau住在湄公三角洲的前江省,据Chau所说,他的女而是在1995年的十二月十号失踪。 |
7 | নীচে চাও এর ভূমিকার কথা: আমার মেয়ে ১৯৯০ সালে জন্মগ্রহণ করে। | Chau的女儿跟他的侄儿最后一次被人看见是在邻居的家里,两个小孩当时都是五岁大。 |
8 | তাকে ১৯৯৫ সালের শেষের দিকে অপহরণ করা হয় আর এখন পর্যন্ত সে নিখোঁজ। সে আর তার সমান বয়সী আর একটা বাচ্চা মেয়ে একই দিন বিকালে ১৯৯৫ শেষ হওয়ার আগে হারিয়ে যায়। | 上个月,在亲戚的协助下,Chau成立了网站来搜集关于他那失踪女儿的各路线索与回报,下为Chau的说明: |
9 | আমার পরিবার এখন পর্যন্ত তাকে খুঁজছে অনেক মানুষ, সংবাদপত্র আর পুলিশের সাহায্য নিয়ে, তবে কোন ফল ছাড়া। | 我的女儿出生于1990年,她在1995年底被绑架,到现在下落不明。 |
10 | এখন আমি আশা করছি এই ওয়েবসাইট আমাদের সাহায্য করতে পারবে… চাও কৃতজ্ঞ থাকবেন নেট নাগরিকদের কাছ থেকে কোন তথ্য পেলে: | 她跟另一个小女孩(同年龄)在同一天晚上失踪。 |
11 | আমরা অনেক প্রশংসা করি আমার মেয়ের সম্পর্কে যেকোন ধরনের দরকারী তথ্যের জন্য! এই ওয়েবসাইট আর মেয়েকে খুঁজে পাওয়ার চাও এর ইচ্ছা ভিয়েতনামে ভালোভাবে গৃহিত হয়েছে। | 我们家族成员过去十五年来一直在找她,许多人、报纸、以及警察提供了协助,但依旧没有音讯。 |
12 | জানুয়ারী শেষ হওয়ার আগে, প্রায় ১০০,০০০ মানুষ এই ওয়েবসাইট দেখেছেন। | 我希望这个网站能够帮上忙… |
13 | চাও হাজার হাজার ফোন পেয়েছেন তার উদ্দেশ্যকে সমর্থন করে। | Chau感谢任何网民提供给他的线索。 |
14 | চাও আশা করছেন অনলাইন সমাজ তাকে সাহায্য করতে পারবে। | 我们全都感激你提供的关于我女儿的有用资讯! |
15 | ভিয়েতনাম ব্রিজের সাথে এক সাক্ষাৎকারে তিনি নিজের এই ইচ্ছা প্রকাশ করেছেন: | 网站加上Chau的寻女决心获得了越南人的温暖回应。 |
16 | আমি আর আমার স্ত্রী কখনো আমার মেয়ের হারিয়ে যাওয়া অনুভব বন্ধ করে ভুলে যাইনি। আমরা আমাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুব ভালোবাসি। | 在一月底前,将近十万人造访了这个网站,Chau更接到了上千通电话表示对他的支持。 |
17 | আমরা জানিনা সে আনন্দে আছে কিনা। | Chau希望线上社群成员能够帮上忙。 |
18 | এই ওয়েবসাইটের মাধ্যমে, আমি আশা করছি অনলাইন সমাজ আমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করবেন। | 他在接受「越南桥」访问时表达他的寄望: |
19 | এই লেখক চাও এর সাথে যোগাযোগ করেছিলেন ওয়েবসাইটে দেওয়া ইমেইল ঠিকানায়। নীচে তাকে দেয়া প্রশ্নের উত্তর: | 我跟妻子从来不曾停止想念女儿,我们好爱她,我们不知道她现在过的开心还是不开心。 |
20 | * এই ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে আপনাকে কি উদ্বুদ্ধ করেছিল? | 透过这个网站,我希望线上社群能帮我找回女儿。 |
21 | > আমার মনে হয় আমি আমার মেয়েকে পাচ্ছি এই সংক্রান্ত তথ্য ওয়েবসাইট গুয়েনমিনচাও. | 一位作者透过网站上的email与Chau联系,下面为Chau的回信内容: |
22 | কম (nguyenminhchau.com) থেকে দ্রুত জানা যাবে বিশ্বব্যাপী ইন্টারনেটের গতিতে। আমি জানি সে ১৫ বছর আগে হারিয়ে গিয়েছিল, আর আমি কেবল আশা করি আমার মেয়ে এই তথ্য জানতে পেরে বাড়ি ফিরে আসবে। | 促使你建立网站的动机是? -> 我想我在寻找女儿的事情能够透过nguyenminhchau.com这个网站,快速传递到世界各地。 |
23 | * আপনি কি বিশ্বাস করেন যে ইন্টারনেট আপনার হারিয়ে যাওয়া মেয়ে সম্পর্কে কোন তথ্য দিতে পারবে? | 我知道她是在十五年前失踪的,我只希望我的女儿能够得知这个消息并回家来。 |
24 | > হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। * ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে আপনি আপনার মেয়ে সম্পর্কে কোন সূত্র বা তথ্য কি পেয়েছেন? | 你相信网络能提供关于你失踪女儿的线索吗? -> 是的,我这么相信。 |
25 | > আমি অনেক সাড়া পেয়েছি, পরামর্শ। | 你有收到任何网友提供给你的消息跟回馈吗? ->我收到很多回馈与建议。 |
26 | এর কিছু আমার বাচ্চা মেয়েকে খোঁজার জন্য খুবই উপকারী। | 有很多都对我寻找宝贝女儿非常有帮助。 |
27 | * এই পর্যন্ত ওয়েবসাইট স্থাপনের পর থেকে আপনি যে ফলাফল বা প্রতিক্রিয়া পেয়েছেন তাতে কি আপনি সন্তুষ্ট? | 从网站成立到目前为止,你对于从网站上得到的结果跟反应满意吗? -> 我很高兴得到许多人跟报纸的帮助。 |
28 | > আমি অনেক মানুষ ও সংবাদপত্রের সাহায্যে অভিভূত। | 他们的协助让我更有动力寻找我女儿。 |
29 | তাদের সাহায্য আমাদের শক্তি যোগাচ্ছে আমার মেয়েকে খোঁজার জন্য। চাও বলেছেন যে তার সাথে একজন আমেরিকার নাগরিক যোগাযোগ করেছিলেন গুয়েনমিনচাও. | Chau说有位美国公民联络他,表示愿意帮助他更新网站,并增加三种语言:柬埔寨语、泰语、中文。 |
30 | কম ওয়েবসাইটকে আরো উন্নত করে আরো তিনটা ভাষায় তথ্য সংযোজনের জন্য: ক্যাম্বোডিয়ান, থাই আর চায়নিজ। | 一间出口货物到柬埔寨的公司愿意在货物包装上印上他女儿的照片。 |
31 | ক্যাম্বোডিয়াতে পণ্য রপ্তাণীকারী একটা প্রতিষ্ঠান তাদের পণ্যে চাও এর মেয়ের ছবি ছাপাতে রাজি আছেন। | 若要联系Chau跟他的亲友,可以透过这个email:truonghoangthai158@yahoo.com |
32 | চাও আর তার আত্মীয়দের এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে: truonghoangthai158@yahoo.com | 校对:Soup |