# | ben | zhs |
---|
1 | হাইতি: সাহায্যে আসার আগেই, প্রবাসীদের পাঠানো অর্থ দেশ পুনর্গঠনে সাহায্য করতে পারে | |
2 | যখন হাইতিতে টেলিফোন সংযোগ ব্যবস্থার পুনরুদ্ধার ঘটানো সম্ভব হয়, তারপর বিদেশ থেকে পরিবারগুলোর জন্য তারের মাধ্যমে (টেলিফোনের মাধ্যমে) টাকা আসতে শুরু করে। | |
3 | এমনকি আন্তর্জাতিক সাহায্য আসার আগেই তারা দিয়ে এই টাকা দিয়ে তারা বাড়িঘরের পুনর্নির্মাণ শুরু করে দিতে সক্ষম হয়। | |
4 | হাইতির মোট জাতীয় আয়ের প্রায় ত্রিশ শতাংশই আসে বিদেশে বাস করা পরিবারের সদস্যদের পাঠানো টাকা থেকে। | |
5 | এটি ১২ জানুয়ারিতে সংঘটিত ভূমিকম্পের আগের হিসাব। | 海地:汇款比援助更快 |
6 | হাইতির বাইরে যে দু'টি দেশে সবচেয়ে বেশি হাইতির লোক বাস করে, সেই দেশ দু'টি হল ডোমিনিকান প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র। | |
7 | গড়ে প্রতিদিন ৪০০,০০০ থেকে ৬০০,০০০ জন হাইতিবাসী তাদের যে কোন এক প্রতিবেশী রাষ্ট্রে ফোন করে থাকে। | |
8 | এছাড়াও ৮০,০০০-১০০,০০০ জনের মত হাইতিবাসী ক্যারিবিয় অঞ্চল এবং ফ্রান্সে বাস করে। ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের এই রেখা ২০০৬ সালের এক গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়েছে। | 由于海地电话线路逐渐修复,海外亲人的汇款陆续抵达,帮助甚至国际援助都尚未前进的区域,在1月12日强震发生之前,海外汇款便至少占海地国民生产毛额(GNP)的三成。 |
9 | এই গবেষণায় দাবি করা হয়েছে যে সমস্ত হাইতিবাসী যুক্তরাষ্ট্রে বাস করে তারা বছরে প্রায় ১. ৯ বিলিয়ন ডলার স্বদেশে পাঠায়। | 世界两大海外海地族群位于多米尼加及美国,人口估计共40万至60万,另外还有8万至10万人居住在其他加勒比海国家或法国,「泛美发展银行」依据2006年调查的图表显示,居住于美国的海地民众每年汇款近19亿美元回国。 |
10 | টেলিফোন সেবা সংস্থা ভেঙ্গে পড়ায় এবং ব্যাংক ও টাকা পাঠানোর দপ্তর যে সমস্ত ভবনে অবস্থিত ছিল, তার অনেকগুলো ভেঙ্গে পড়ায় বাইরে থেকে সাময়িক ভাবে টাকা আসা বন্ধ হয়ে যায়। | |
11 | কিন্তু এই সপ্তাহে বিদেশ থেকে টাকা পাঠানোর দপ্তরগুলোতে লম্বা লাইন পড়ে যায়, যেমন ক্যারেফোরের কাম (সিএএম) এর দপ্তরে লম্বা লাইন তৈরি হয়। এটি পোর্ট অ প্রিন্সের দক্ষিণপূর্ব এলাকায় অবস্থিত। | 由于电话线路、银行及汇款办公室建筑物瘫痪,让金流暂时中断,不过本周汇款办公室外已出现长长人龙,例如以下由全球之声成员Georgia Popplewell拍摄的照片中,首都太子港(Port-au-Prince)东南方Carrefour地区的这张CAM办事处。 |
12 | এর ছবি তুলেছেন গ্লোবাল ভয়েসেসের জর্জিয়া পপলওয়েল। যদিও এই ভূমিকম্পে দেশটির রাজধানীর ঘটনাবলী বেশীরভাগ প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে, তবে প্রবাসীদের পাঠানো টাকার বেশীরভাগই রাজধানীতে নয়, তার বাইরে পাঠানো হয়েছে। | 虽然首都获得大量媒体关注,但并不一定是海外亲人汇款涌向之处,「国际汇款网络协会」(International Association of Money Transfer Networks)为一产业团体,代表负责电汇业务的企业,该协会表示寄往海地的汇款中,来源以美国为最大宗,其中约半数汇往乡村地区,此事非常重要,因为在震灾之后,人们会返回家乡与亲友同住,或是移居受创较少的地区,使当地人口增加。 |
13 | আন্তর্জাতিক টাকা পাঠানো যোগাযোগ সংস্থা (ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ মানি ট্রান্সফার নেটওয়ার্ক) সেই সমস্ত কোম্পানীর প্রতিনিধিত্ব করে, যারা ইলেকট্রনিকভাবে বা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অর্থ পাঠানোর ব্যবস্থা করে থাকে। | |
14 | তারা বলছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো টাকার বেশীরভাগই হাইতির গ্রাম এলাকায় গিয়েছে। যুক্তরাষ্ট্র থেকেই হাইতিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাঠানো হয়। | 「世界银行」经济学家Dilip Ratha在该组织博客指出,侨汇再加上紧急延长的「暂时保护」移民资格(TPS)都很重要,最多能帮助20万在美国的海地民众。 |
15 | এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভূমিকম্পের পরে এই সমস্ত এলাকায় লোকসংখ্যা বেড়ে গেছে। | |
16 | এই ভূকম্পের ফলে যখন শহর এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তখন শহরের লোকজন মফঃস্বল ও কম ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে বাস করতে শুরু করেছে। | |
17 | বিশ্ব ব্যাংকের একজন অর্থনীতিবীদ দিলিপ রাথা। | 若TPS造成移民人均侨汇提高两成,就等于海地在2010年将多收到3. |
18 | তিনি ব্যাংকের ব্লগে যুক্তি দেন যে প্রবাসীদের পাঠানো অর্থ এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বের হয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করতে পারে, তার সাথে “অস্থায়ী নিরাপত্তা” সুবিধা পাওয়া অভিবাসীর মর্যাদা (টেম্পরারি প্রোটেকটেড ইমিগ্রেশন বা টিপিএস) যা এই আইনের জরুরী বর্ধিতাংশ, সেটিও বিশেষ ভূমিকা পালন করতে পারে। | |
19 | এটা গুরুত্বপূর্ণ কারণ, এর অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্রে ২০০,০০০ জনের মত হাইতিবাসী বাস করে। | |
20 | যদি টিপিএস অর্জনের মাধ্যমে গড়ে প্রতিটি অভিবাসী শতকরা ২০ শতাংশ বেশি অর্থ দেশে পাঠাতে পারে, তা হলে আমরা দেখতে পাব ২০১০ সালের শেষে হাইতিতে অতিরিক্ত ৩৬০ মিলিয়ন ডলার গিয়ে পৌঁছেছে! | |
21 | এর চেয়ে বেশি আর কি প্রয়োজন। | 6亿美元汇款! |
22 | যদি একবার বর্তমান হিসেব অনুসারে ১৮ মাসের চেয়ে টিপিএসের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়-তা হলে নিরাপত্তার ক্ষেত্রে এই “বর্ধিত মর্যাদা লাভ” কাজের হবে। | |
23 | এলসালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, সোমালিয়া, সুদান- এইসব রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে টিপিএস-এর মাধ্যমে অর্জিত “বর্ধিত মর্যাদা লাভের” ইতিহাস যাচাই করলে বলা যায়- এই ঘটনা হাইতির অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো অতিরিক্ত অর্থকে যুক্ত করবে, যা তিন বছরে বিলিয়ন ডলার অতিক্রম করে যাবে। | |
24 | এটি হবে বিলিয়ন ডলারের এক অর্থনৈতিক সাহায্য, যার সাথে সৎ ইচ্ছা ও উপদেশ যুক্ত থাকবে। | |
25 | প্রয়োজন হলে নির্দিষ্ট মাপে তাকে গ্রহণ করা হবে। | |
26 | প্রবাসীদের পাঠানো টাকা যে কোন দুর্যোগের সময় সবার আগে বাড়ির লোকদের প্রয়োজনে হাতে চলে আসে। এ বছর হাইতিতে প্রবাসীদের অর্থ পাঠানোর পরিমাণ বেড়ে যাবে, যেমনটা তারা যে কোন সমস্যা বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় করে থাকে। | 除此之外,依据目前状况看来,TPS效期几乎肯定会再延长,超过现今设定的18个月,再以过往萨尔瓦多、宏都拉斯、尼加拉瓜、索马利亚及苏丹的TPS延长经验为鉴,海地未来三年收到的汇款将突破10亿美元,那将是满载善意与建议的10亿美元,完全符合收款人的需求;在苦痛时刻,来自海外亲人的侨汇总是最先抵达当地,一如过往发生的历次危机或天灾,今年海地收到的侨汇将会增加。 |