# | ben | zhs |
---|
1 | ক্যারিবিয়ান: বোল্ট আবার তা করে দেখালো! | 加勒比:博尔特(Usain Bolt)再度达成! |
2 | অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ী এবং বিশ্বরেকর্ড ধারী জ্যামাইকার উসাইন বোল্ট অলিম্পিকের চেয়েও এক উন্নত ক্রীড়াশৈলী প্রদর্শন করে গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় জয় ছিনিয়ে নিয়েছে। | 100和200米田径项目的奥运会金牌得主和世界纪录保持者-牙买加的乌赛恩博尔特(Usain Bolt),上周末在柏林的国际田径总会世界田径锦标赛中,以令人印象深刻的九点五八秒击败自己的记录。 |
3 | ১০০ মিটার দৌড়ে ৯. ৫৮ সেকেন্ড সময় নিয়ে বোল্ট নিজের গড়া পূর্বের রেকর্ড ভাঙ্গেন। | 区域博客们正在庆祝的心情中,特别是在牙买加… |
4 | আঞ্চলিক ব্লগাররা এর ফলে এক উৎসব মুখর ভাবে রয়েছে, বিশেষ করে জ্যামাইকার ব্লগাররা…. লাই, আনস্ক্রীপেটড, অন দ্যা রক, কোন রাখ ঢাক না করে বলেছেন: | Life, Unscripted, on the Rock不怕羞地说: |
5 | আমি আনন্দে মুখরিত! | 我高兴地亲吻! |
6 | বেড়ে কাজ করেছ বোল্ট ও আসাফা, বজ্র বিদ্যুৎ বোল্ট ঝড়ো গতি তুলেছে এবং আসাফা [পাওয়েল, যে ৯. | 大行动,博尔特和阿萨法。 |
7 | ৮৪ সেকেন্ড সময় নিয়ে একই প্রতিযোগিতায় জ্যামাইকার জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছে] আমাদের দেখিয়ে দিয়েছ তোমরা কিসের তৈরি। | 闪电博尔特和阿萨法(鲍威尔为牙买加以九秒八四获得了铜牌)向我们展示了他们的天赋。 |
8 | যে সমস্ত ক্যারিবিয়ান ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় ভালো করছে তাদের সবার জন্য শুভেচ্ছা জমা রইল। | 祝贺也献给所有加勒比参与者所做的出色工作。 |
9 | আবেং নিউজ ম্যাগাজিন এই জয় সম্বন্ধে লিখছে: | Abeng News Magazine描写此胜利: |
10 | উসাইন বোল্ট উত্তেজনাকর ৯. | 乌赛恩博尔特星期天以九秒五八跑出的100米世界纪录,让牙买加人更有理由庆祝,尽管此岛屿正面临艰难的经济时代。 |
11 | ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়ার মধ্যে দিয়ে রবিবার জ্যামাইকাকে আরো একবার উৎসব করার সুযোগ করে দিল, যদিও বর্তমানে জ্যামাইকা এক কঠিন অর্থনৈতিক দুরবস্থার মুখে রয়েছে। দি ফিনিক্স ইন এ গ্যাস হাউস বলছে, এই বিশেষ অর্জন হারিয়ে যাবে না: | The Phoenix in a Gas House也没忘记此成就的意义: |
12 | একদিন উসাইন বোল্ট এমন কাজ করবে যা সাধারণ মানুষ করে। | 会有一天,乌赛恩博尔特也要做些一个正常人做的事。 |
13 | সে তার চা ছলকে ফেলবে অথবা সে তার মুরগীর ভাজা টুকরো (নাগেট) ফেলে দেবে বা জুতোর ফিতের উপর দাঁড়াবে। | 他会倒漏他的茶、掉落他的鸡块,或者被他的鞋带绊倒。 |
14 | একদিন। | 会有一天。 |
15 | এখন সে যা করছে, তা দিয়ে সবাইকে সে বিস্মিত ও বিমোহিত করে চলেছে। | 他会因他所做的一切而震惊。 |
16 | এখন থেকে প্রায় ৭৩ বছর আগে একই অলিম্পিয়া স্টাডিয়ন স্টেডিয়ামে জেসি ওয়েন্স এক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন যা ক্রীড়া জগৎে এক ইতিহাস তৈরি করে। | 几乎整整73年前,在这个奥林匹克体育场上,杰西欧文斯的运动成绩成为体育的历史。 |
17 | রবিবার রাতের আগে কারো পক্ষে ভাবা অসম্ভব ছিল যে দৌড়ে কি ঘটতে যাচ্ছে। | 在周日晚上之前,它似乎是不可能达到,任何人都不能符合这些事迹。 |
18 | সেটা ছিল ৯. | 这是九秒五八之前。 |
19 | ৫৮ সেকেন্ডের পূর্বের ঘটনা, সেটা ছিল উসাইন বোল্টের আগের কারো দৌড়। | 这是乌赛恩抵达终点前。 |
20 | ইতিহাসের সবচেয়ে সেরা ১০০ মিটার দৌড়? | 最伟大的百米历史? |
21 | নি:সন্দেহে। | 当然。 |
22 | সর্বকালের সেরা দৌড়বিদ? | 有史以来最伟大的运动员? |
23 | প্রশ্নাতীত ভাবে। | 毫无疑问。 |
24 | এদিকে গার্লস উইথ এ পারপাজ “এখনো অভিভূত… এক বিস্ময়কর বিস্ময়ে এবং শ্রদ্ধায়!” স্টানার'স এফ্লিকশন যোগ করেছে: | Girl With a Purpose此时仍「感到惊讶…在美好的震慑中!」,Stunner's Afflictions补充: |
25 | আরো একবার এই মানুষটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিতে দৌড়ে প্রমাণ করল কেন তার উপাধি পেয়েছে যা সে অর্জন করেছে এক বিশেষ যোগ্যতায়। | 再一次,该名被称为地球上跑得最快的男子已经证明,为什么他获得此头衔和优良形象。 |
26 | ত্রিনিদাদ ও টোবাগোর ব্লগাররাও তাদের দুইটি অর্জনের ব্যাপারে বলছে। | 特立尼达和多巴哥的博客也表达自己的看法。 |
27 | ত্রিনিদাদ এন্ড টোবাগো নিউজ ব্লগ এই জয়কে বিস্ময়কর উপাধি দিয়েছে এবং টিটিগ্যাপারস. | Trinidad and Tobago News Blog称此胜利「令人惊艳」,ttgapers.com说: |
28 | কম বলছে: | 乌赛恩博尔特的比赛再次证明,他在他拥有的世界中赛跑。 |
29 | উসাইন বোল্ট আবার প্রমাণ করল এমন এক পৃথিবীতে সে দৌড়ায় যা তার একান্ত নিজের। | 文章所使用的缩图「Puma为了庆祝Usain Bolt在北京创下世界纪录的印刷广告」来自teemus,依据创用CC授权使用。 |
30 | Email লিখেছেনJanine Mendes-Franco | 可参观teemus的Flickr Photostream。 |
31 | অনুবাদ করেছেন বিজয় | 校对:Portnoy |