Sentence alignment for gv-ben-20110402-16639.xml (html) - gv-zhs-20110331-8446.xml (html)

#benzhs
1নাইজেরিয়া: ২০১১ সালের নির্বাচনের বিষয়ে নাইজেরিয়ান ব্লগাররা কি বলছে?尼日利亚:对今年选举季观感
2২০১১ সালের নাইজেরিয়ার আসন্ন নির্বাচন বিষয় নাইজেরিয়ার ব্লগ পরিমণ্ডলে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে।
3বিষয়টি নিয়ে নাইজেরীয় ব্লগাররা ব্যস্ত। তাঁরা তাঁদের দেশের ভবিষ্যৎ নিয়ে ব্যপক আলোচনা শুরু করেছে।尼日利亚2011年大选日近,博客圈里各种意见众多,希望建立有关国家未来的全国对话机会。
4নেজে সিলভা ইফেদিগবো নতুন বছর শুরু করেন বোমা বিস্ফোরণের মত ঘটনা দিয়ে। এটা দুঃখজনক যে, নাইজেরিয়ার রাজনৈতিক সমীকরণে এ ধরনের সহিংস ঘটনা প্রতিনিয়তই ঘটে:Nze Sylva Ifedigbo在今年初曾发表一篇文章,抨击造成民众魂断西天的爆炸案,暴力事件屡屡在尼日利亚政坛发生,实在可悲:
5বছরের প্রথম দিন খুব উত্তেজনাপূর্ণ যাবে বলে ধারণা করা হয়। সন্দেহাতীতভাবে শীর্ষ তালিকার প্রথম দিকে স্থান পাবে এপ্রিলের নির্বাচন।这是理应令人兴奋的新年第一天,许多民众肯定心系预定在四月举行的大选,本月分将从选民登记开始,我们是否准备好善用这次机会?
6এ মাসে ভোটার নিবন্ধীকরণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। এ সুযোগ গ্রহণ করার জন্য আমরা কি প্রস্তুত?很遗憾,庆祝心情再度受到影响,一群不敢露面的懦夫在首都时常熙来攘往的Abuja市场里,于跨年夜设置炸弹引爆。
7দুঃখজনকভাবে যদিও মোগাদিসু সেনানিবাসের(সানি আবাচা ব্যারাক) আবুজায় বর্ষ বরণের প্রাক্কালে বোমা বিস্ফোরণের ঘটনায় আমাদের বর্ষ উদযাপন ছিনতাই হয়ে গেছে।
8ফেলিক্স ওকোলি: স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) এ বিশেষত: এর প্রধান আত্তাহিরু জেগার টেবিলে অনেক কাজ জমে আছে:Felix Okoli则针对全国独立选举委员会(INEC)及主委杰加(Attahiru Jega):
9২০১১ সালের রাষ্ট্রপতি নির্বাচন এবং সাধারণ নির্বাচন সুন্দরভাবে সম্পাদন ও নাইজেরিয়ার জনগণের আকাঙ্খার প্রকৃত প্রতিফলন ঘটানোর মূল কাজটি জেগাকে করতে হবে।
10গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি হীন আইএনইসি-এর জন্য ভোটারদের নিবন্ধকরণের কাজটি একটি লিটমাস পরীক্ষা।责任落在杰加身上,他要确保2011年总统及国会大选顺利举行,也要确保结果能如实反映尼日利亚伟大民众的意志。
11নাইজেরিয়ান কিউরিওসিটি নিশ্চিত করেছে যে:然而选民登记程序却显现选委会办理选举的能力令人质疑,Nigerian Curiosity指称:
12নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার নিবন্ধীকরণের সক্ষমতা এবং এপ্রিলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষমতার বিষয়ে প্রথম দিন থেকেই স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি)-এর প্রস্তুতি প্রশ্নের সম্মুখীন হয়েছে।
13নির্বাচনগুলো সংখ্যা বিষয়ক। সামাজিক প্রচার মাধ্যম সমর্থিত উত্তর আফ্রিকার গণজাগরণ অনেককেই সচেতন করে তুলেছে।头几天让人怀疑选委会准备不足,无法在预定时间内完成选民登记,甚至无法在四月举办公平公正的选举。
14তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, জনগণ রাজনৈতিক দলগুলো প্রাইমারিকে বিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরো ভালভাবে অনুসরণ করছে। নেনা লিখেন:选举与数字相关,许多人也注意到社会媒体在北非掀起的革命潮,不少民众也因此很关心政党初选情况,Nnenna指出:
15নাইজেরিয়াতে সারা বিশ্বের হাজার হাজার নাইজেরিয়ানের মত আমি #পিডিপি প্রাইমারীগুলোর দিকে… সবসময় দৃষ্টি রাখছি, আমি অপেক্ষা করেছি… টাইপ করেছি, টুইট করেছি…?
16কেন? কারন যারা #পিডিপি প্রাইমারীগুলোতে জয়লাভ করবে তাঁরা প্রেসিডেন্সিতে নিশ্চিতভাবেই জয়লাভ করবে।我很在意尼日利亚政党PDP的初选…我和全球无数民众一起等待与散发讯息,因为无论是谁赢得该党初选,几乎便笃定当选总统,整场活动历时15个钟头,最后结果于隔天早上七点左右公布,我们一直没睡!
17#পিডিপি প্রাইমারীগুলো ১৫ ঘন্টা টিকে ছিল। সকাল ৭টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।網絡电台、Twitter、Facebook记录所有过程。
18আমরা সজাগ ছিলাম! প্রত্যেকটি গণনাই ওয়েব রেডিও, টুইটার ও ফেসবুকে প্রচারিত হয়।Feathers Project认为因为众多独立选举观察员,今年选举将会不同:
19ফেদার প্রজেক্ট মনে করে ২০১১ এর নির্বাচন ব্যতিক্রমধর্মী হবে কারন দেশে বহুসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আছে। … রাজনীতিবিদদের জন্য ২০১১ এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।…2011年选举似乎至关重要,不能只让政治人物决定一切,包括Vote or Quench、RSVP、If Naija Votes等组织都动了起来。
20পরিচিত নাম যেমন ভোট অথবা অবদমিত হওয়া, আর এস ভি পি (রেজিস্টার, সিলেক্ট, ভোট এবং প্রটেক্ট), যদি নাজিয়া ভোট দেয়, ইত্যাদির স্ট্যাটাসে এ ধরণের মন্তব্য পাওয়া যায়।
21রিভোডা, একটি মুঠোফোন এপ্লিকেশন- অপ্রশিক্ষিত নাগরিকদের নির্বাচন অভিজ্ঞতা শেয়ারের হাতিয়ার। সূত্র: ‘জেবেনগা সিসান ব্লগReVoDa为一行动应用程式,让未经训练的民众也能分享自身选举经验,图片来自:Gbenga Sesan博客
22রিভোডা নামক নতুন অ্যাপ্লিকেশনের উন্নয়ন এ নির্বাচনে সামাজিক প্রচার মাধ্যমের শক্তি বৃদ্ধি পাবে বলে জেবেনগা সিসান নিশ্চিত করেন। রিভোডা:Gbenga Sesan认为在ReVoDa这项新应用程式协助之下,社会媒体在今年选举会更有力量:
23… ৮৭,২৯৭,৭৮৯ জন নাইজেরিয়ানকে মুঠোফোন, ৪৩,৯৮২,২০০ জনকে ইন্টারনেট সুবিধা এবং ২,৯৮৫,৬৮০ জনকে ফেসবুকের মাধ্যমে অনানুষ্ঠানিক নির্বাচন পর্যবেক্ষক এ পরিণত করেছে। ফার্স্টলেডির বিস্ময়কর ভুল ইংরেজি উচ্চারণ জাতীয় আকর্ষণে পরিনত হয়েছে।国内有87,297,789名手机用户、43,982,200人能使用網絡、2,985,680人在Facebook有帐号,这项程式让他们都成为非正式选举观察员。
24তাঁর জন্য উরুকানাইজার উপদেশ:Eurukanaija对第一夫人有些建议,她的生硬英语反倒风靡全国:
25আমাদের রাষ্ট্রপতিকে আপনার নির্বাচনী প্রচরণায় সহায়তার বিষয়টি উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে।
26জো চাচা [শুভ কামনা জো] এবং তাঁর ছত্রধর বন্ধুরাই যথেষ্ট। আপনি চেষ্টা করেছেন।您不断协助总统竞选,非常努力,虽然您的英语不甚流利,但仍相当努力…
27যদিও ইংরেজি না জানা সত্বেও আপনি চেষ্টা করেছেন… কেবল ব্লগাররাই নয় সঙ্গীতজ্ঞরাও গান গাইছেন।除了博客发言,音乐家也开口,今年选举的“公民意识”活动也在網絡上如火如荼展开,Trading Places提到:
28নির্বাচনের জন্য নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযান ইতোমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ট্রেডিং প্লেসেস বলেন:音乐家Eldeethedon透过Twitter呼吁人民“参与改变”,并加入选举监督计划RSVP。
29কয়েকজন সঙ্গীত শিল্পীর মধ্যে এলডিথেডন টুইটারের মাধ্যমে জনগণকে আর্জি জানান “পরিবর্তন করুন” এবং রেজিস্টার সিলেক্ট ভোট প্রটেক্ট করুন।