# | ben | zhs |
---|
1 | রাশিয়া: ফুটবল বিপ্লব | |
2 | রাশিয়ার ফুটবল দল নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ইউরো ২০০৮ টুর্নামেন্টের সেমি ফাইনালে উন্নীত হবার পর সেই রাতটি রাশিয়াতে একটি উৎসবমুখর ও নির্ঘুম রাত ছিল। | |
3 | মস্কোর রাস্তাগুলোতে প্রায় পাঁচ লক্ষ লোক নেমে এসেছিল এই অপ্রত্যাশিত জয়কে উদযাপন করতে - এবং রাশিয়ার অন্যান্য শহরগুলোতেও একই অবস্থা হয়েছিল। | |
4 | লাইভজার্নাল(এলজে) ব্যবহারকারী ভেরো৪কা [রাশিয়ান ভাষায়] বর্ণনা করেছে জুন ২১-২২ তারিখ রাতে মস্কোতে কি চিত্র ছিল: | |
5 | মস্কো এখন উলঙ্গ, মাতাল, ভাঙ্গা কাঁচে ভর্তি; সব কারেন্সী বিনিময় ডিসপ্লে থেকে ‘তিন' এবং ‘এক' অক্ষরগুলো সব তুলে ফেলা হয়েছে। | |
6 | […] টেভার্স্কায়া স্ট্রীট ঘিরে ফেলা হয়েছে, গাড়ীর ছাদ কিংবা হুডে মেয়েরা শুয়ে আছে, বিশৃঙ্খল মানুষেরা ময়লার ডাস্টবিন এবং ময়লা ফেলার ট্রাককে আক্রমণ করছে, এদের ভেতরে ঢুকছে এবং এগুলোতে লাথি মারছে, চিৎকার করছে। | |
7 | সব ছেলেরা উলঙ্গ, তাদের অনেকের আকর্ষণীয় দেহ রয়েছে; রাস্তার পাশ দিয়ে যেসব মেয়েরা হেটে যাচ্ছে তারা তাদের টি-শার্ট বিহীনভাবে উর্ধাঙ্গ নিরাভরন ভাবে ঘুরে বেরাচ্ছে। | |
8 | সবাই খুবই খুশী, একে অপরের কাঁধে ঢলে পরছে, চুমোচুমি করছে, দৌড়ে গিয়ে অচেনা লোকের বা গাড়ীচালকদের সাথে কোলাকুলি করছে, এমন কখনও এখানে দেখা যায় নি। | |
9 | ট্রাফিক আইন কেউ মানছে না, সবাই হিস্টিরিয়াগ্রস্তভাবে হেটে বেড়াচ্ছে; সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছে। | |
10 | পুশকিন স্কয়ারের আলেক্সান্ডার পুশকিনের মনুমেন্টের গায়ে একটি ফ্যান স্কার্ফ জড়ানো, ট্রায়াম্ফালনায়া স্কয়ারে ভ্লাদিমির মায়াকভস্কি মনুমেন্টে পতাকা হাতে একগাদা লোক চড়ে রয়েছে। | |
11 | আমরা যদি (খোদা না করুন) এই চাম্পিয়নশীপ জিতে যাই একটি বিপ্লব হবে - জনগণ ক্রেমলিন দখল করবে এবং খুব সহজেই আমাদের খাটো ও মাতালটিকে (প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ), এবং অন্য কাউকে সেখানে বসিয়ে দেবে। | |
12 | তার পরদিন আমরা এক নতুন দেশে ঘুম থেকে উঠব। | |
13 | এমন ভাবে সবাই মিলে উদযাপন করার মত আমাদের আর কি আছে? নতুন বছর উদযাপন? | 俄罗斯:足球革命 |
14 | মে দিবস? আমার বয়স ২২, এবং এটি প্রথম দেখছি যে আমাদের লোকেরা আনন্দে পাগল হয়ে যায়; কেউ কোনায় দাড়িয়ে নেই. | 那是一个疯狂无法入眠的夜晚,俄罗斯足球代表队以3-1击败荷兰晋级2008年欧洲足球锦标赛准决赛,在莫斯科的大街小巷,约50万名球迷欢庆这意外的胜利,类似的兴奋之情同样席卷了俄罗斯其它城市。 |
15 | এমন কি রাস্তা পরিস্কারকারীরাও (বিদেশী শ্রমিক) নয়; আমার শহরে এটি অবিশ্বাস্য, মনে হচ্ছে কেউ যেন একটি সিনেমার শ্যুটিং করছে।[ …] | |
16 | লাইভজার্নাল(এলজে) ব্যবহারকারী ম্যাক্সিমকালিনভ রাশিয়ার টভের শহরে আনন্দ উদযাপনের ছবি পোস্ট করেছে তার “ফুটবল বিপ্লব” নামক লেখায় [রাশিয়ান ভাষায়]। | |
17 | লাইভজার্নাল(এলজে) ব্যবহারকারী এমনগ রাশিয়ার শহরের প্রান্তে সারা রাত ছবি তুলে কাটিয়েছে। | |
18 | তার ফলে তার লেখাটিতে শয়ের বেশী ছবি রয়েছে এবং শয়ের বেশী মন্তব্য পাঠকরা করেছেন সেগুলো নিয়ে। | |
19 | এগুলোর কয়েকটির অনুবাদ নীচে দেয়া হলো: ট্রেন্ডিব্রান্ডি: | LJ使用者vero4ka描述[俄]6月21至22日莫斯科晚间的景象: |
20 | ধুত্তোরী, প্রতি দ্বিতীয় ছবিদেই চুর্কীরা (অস্লাভদের অবজ্ঞা করে বলা হয়) রয়েছে। কি (ভয়ন্কর ব্যাপার) হচ্ছে মস্কোতে! | LJ使用者maximkalinov发表了在俄罗斯城市特维尔(Tver)的庆祝照片,题名为「足球革命」[俄]。 |
21 | এবং চুর্কীরা এত আনন্দ করছে যেখানে রাশিয়ার দল জিতেছে। | |
22 | তাদের নিজস্ব কোন কিছু যদি উদযাপন করত তারা তাহলে রাস্তাগুলোর কি অবস্থা হতো? | |
23 | সেটি একেবারে অরাজকতার সৃষ্টি করত। মস্কো আর রাশিয়ানদের দখলে নেই যেখানে এটি দেশের রাজধানী! | LJ使用者mnog花了整夜拍摄莫斯科市区的球迷,他最后发表了一百多张照片,也引来一百多篇回应[俄],其中部分翻译如下: |
24 | এমনগ: | |
25 | যে কোন মেগাসিটিতে অনেক ধরনের জাতিগত গোষ্ঠী থাকে। এ ধরণের মনোভাব নিয়ে তোমার গ্রামে থাকা উচিৎ। | 早上,LJ使用者kotjus_sova拍了一些庆祝过后的照片,发表在LJ的moya_moskva(我的莫斯科)社群:周日上午10:30,莫斯科的Shipilovskaya街,许多破碎啤酒瓶。 |
26 | কলেন্গ্রো: আর এত কিছুর পর কিভাবে তারা গে প্রাইড প্যারেড (সমকামী সমাবেশ) নিষিদ্ধ করে? | 一名读者问到[俄]:「怎么了? |
27 | আল্গুলিয়া: তোমার খুব সাহস। | 啤酒卡车事故吗?」 |
28 | আমি এ অবস্থায় রাত্রে বের হয়ে ছবি তোলার ঝুঁকি নিতাম না। | |
29 | নাইস স্ক্রীম: অনেক সুন্দরী মেয়ে ছিল কিন্তু!!! | 校对:abstract |
30 | সকালে লাইভজার্নাল(এলজে) ব্যবহারকারী কটিয়ুস উৎসব পরবর্তী অবস্থার কিছু ছবি তুলেছে এবং তাদের ময়া মস্কো (আমার মস্কো) কমিউনিটিতে পোস্ট করেছে। | |
31 | রোববার সকাল ১০:৩০, মস্কোর শিপিলভস্কিয়া স্ট্রীট, অনেক ভাঙ্গা বিয়ারের বোতলের কাঁচ। | |
32 | একজন পাঠক জিজ্ঞেস করেছে [রাশিয়ান ভাষায়] “কি হয়েছে?” | |
33 | একটি বিয়ার ট্রাক এক্সিডেন্ট? | |