# | ben | zhs |
---|
1 | কারমাটিউব: ভিডিও শেয়ারিং এর মাধ্যমে পরিবর্তনকে তুলে ধরা | KarmaTube:藉影片分享推动变革 |
2 | কারমাটিউব একটা অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ছোট ছোট ভিডিও প্রচার করা হয়। এছাড়া সাথে থাকে কিছু পরামর্শ যার মাধ্যমে আলোচিত সমস্যা নিয়ে দর্শকরা কোন পদক্ষেপ নিতে পারে। | Karma Tube是个线上影片分享平台,让人们运用网路,透过短片传递宣扬各种目标,并提供观众如何帮助达成目标的方式,在此为各位介绍三段影片:来自阿富汗的Skateistan、来自南非的Seeds of Light与来自厄瓜多的Barrios de Paz。 |
3 | কারমাটিউবের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরছি আফঘানিস্তান থেকে স্কেটিস্তান, দক্ষিণ আফ্রিকা থেকে সিডস অফ লাইট আর ইকুয়েডরের বারিওস দি পাস। | |
4 | স্কেটিস্তান শুরু করেন তিনজন অস্ট্রেলিয়ান যারা আফঘানিস্তানের তরুণদের শেখাতে চেয়েছিলেন কি করে স্কেটবোর্ডের মাধ্যমে স্কেট করা যায়। | |
5 | একে তারা একটা ভাল বিনোদনের উপায় আর ভিন্ন সংস্কৃতিকে চেনার প্লাটফর্ম হিসাবে দেখাতে চেয়েছে। স্কেটিস্তানের স্কেটবোর্ডিং স্কুল খোলা হয় কাবুলে একটা পরিত্যক্ত পুলের আর ছেলে মেয়ে উভয়ে এই অপ্রতিদ্বন্দী খেলায় অংশগ্রহন করে। | Skateistan由三位澳洲人创立,希望教导阿富汗年轻人如何玩滑板,不仅做为休闲运动,也是做为跨文化学习平台,滑板学校设立于阿富汗首都喀布尔(Kabul)一座废弃泳池内,年轻人不论男女,均可参与这项不为相互竞争的活动,网站上的常见问题里表示: |
6 | তাদের সাইটের তথ্যে জানা যায়: | 半数学生是女孩,让阿富汗成为全球女性参与滑板运动比例最高的国家。 |
7 | শিক্ষানবীসের অর্ধেক মেয়ে, এবং আফঘানিস্তানের স্কেটবোর্ডিংএ মেয়েদের অংশগ্রহণের এই হার পৃথিবীর মধ্যে সব থেকে বেশী। | |
8 | নীচের ভিডিও স্কেটিস্তান ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে: | 以下这段影片来自Skateistan的YouTube频道: |
9 | সিডস অফ লাইট হচ্ছে দক্ষিণ আফ্রিকায় শুরু করা লেসলী টেম্পেল-থারস্টনের একটি প্রোগ্রাম যেখানে গরীব একটি কমিউনিটিতে জীবনযাত্রার মান বর্ধনের চেষ্টা করা হয়। | |
10 | পানির জন্য কুয়া খোঁড়া, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সব্জি বাগান করা, কম্পিউটার ল্যাব শুরু করা আর এইচআইভি/এইডস এর শিক্ষা দেয়া যেখানে টেম্পেল-থারস্টনের সাহায্যে কিছু কমিউনিটি দাড়িয়েছে। | |
11 | নীচের ভিডিও দেখায় টেম্পেল-থারস্টনের কাজ আর যে সব কমিউনিটি এর থেকে লাভবান হয়েছে: বারিওস দে পাজ হচ্ছে সের পাজের একটা প্রকল্প যা নেলসা লিবারটাড কুরবেলো কোরা এগিয়ে নিয়ে যাচ্ছেন। | Seeds of Light这项计划由南非的Leslie Temple-Thurston发起,希望改善贫困社区的生活品质,在她的协助下,社区凿井取水、开垦菜园改善孩童免疫系统、成立电脑教室、推广爱滋病教育等。 |
12 | তিনি নিজে জুয়াকিল ইকুয়েডরের বারিওসে কাজ করেছেন এবং বিভিন্ন দলের সদস্যদের একত্র করে শান্তির জন্য কাজ করাচ্ছেন। | |
13 | তিনি নেলসা গ্যাং সদস্যদের সমর্থন করেন কারন তিনি মনে করেন যে যারা দলে যোগদান করে তারা পরিবারের অংশ হওয়ার চাহিদা থেকে তা করে। | |
14 | তাদের এই গ্যাংয়ে আসে আস্থা আর দিক নির্দেশনার জন্য। | 以下影片记录计划内容与受惠社区: |
15 | সঠিক নেতৃত্ব দিলে তাদের মধ্যে সেই শক্তি আর ইচ্ছা আছে শান্তিপূর্ণ ভাবে কাজ করা। | |
16 | আর ভালোবাসা দিলে তারা ভালোর জন্য পরিবর্তিত হতে পারে। ৯ মিনিটের এই সাবটাইটেল করা ভিডিওতে নেলসা গ্যাং, তাদের মনস্তত্ব আর এই প্রোগ্রাম কিভাবে তরুণদের সাহায্য করেছে সংঘর্ষের কবল থেকে বেরিয়ে আসতে তা নিয়ে কথা বলেছে। | Barrios de Paz为Ser Paz组 织之下的子计划,由Nelsa Libertad Curbelo Cora率先推动,他与厄瓜多Guayaquil地区的帮派份子合作,集结不同帮派的成员一同为和平努力,她认为年轻人之所以加入帮派,是希望拥有家的感 觉,以及寻求支持与指引,只要有适当的带领,他们便有能量与意愿投入和平活动,若有关爱,他们便有力量改善现况。 |
17 | পুরো প্রামান্যচিত্র দুইভাগে বিভক্ত যা এখানে আর এখানে দেখা যাবে। কারমাটিউবে এমন আরো অনেক উদ্দীপক ভিডিও আর প্রকল্প দেখা যাবে। | 在这段长九分钟、附上字幕的影片中,Nelsa谈到帮派现象、帮派成员的心理,以及这项计划如何协助青少年找到脱离暴力循环的管道,整部记录片分为两段,请在这里与这里观赏。 |
18 | এটা শুনতে ভালো লাগে যে ভালো মানুষ অন্যদের জন্য মহান কাজ করছেন। | Karma Tube网站上还有更多正面的计划与影片,看见这么多好人为他人行善,总让人带来希望。 |