# | ben | zhs |
---|
1 | ক্যাম্বোডিয়া: বৈদেশিক সাহায্য আসছে অথনৈতিক মন্দার মধ্যেও | 柬埔寨:外援受未经济危机冲击 |
2 | বিশ্বের অথনৈতিক মন্দা সত্ত্বেও ক্যাম্বোডিয়াতে বৈদেশিক সাহায্য আসছে এই মর্মে খবর পাওয়া যাচ্ছে। | [本文连结皆为英文] |
3 | সিএএআই সংবাদ মিডিয়া জানিয়েছে যে আগামী চার বছর ধরে আমেরিকা ক্যাম্বোডিয়াকে ২১ মিলিয়ন মার্কিন ডলার দেবে দেশের গ্রামাঞ্চলে দারিদ্র বিমোচনের একটা প্রোগ্রামের আওতায়। | 尽管全球经济面临危机,送往柬埔寨的外援仍然不绝,CAAI News Media转载报导,指美国未来四年将提供柬埔寨2100万美元,改善国内乡村地区贫困情况。 |
4 | ক্যাম্বোডিয়ান নিউজের একটি রিপোর্ট অনুযায়ী ২০০৮ সালে সাহায্য হিসাবে আমেরিকা ৫. ৬ মিলিয়ন ডলার দিয়েছে। | Cambodian News张贴的报导指出,美国2008年共提供柬国560万美元的援款。 |
5 | সোচিয়াতা ভোং নম পেন পোস্ট থেকে বৈদেশিক সাহায্যর ব্যাপারে রাজনৈতিক মন্তব্যকারী লাও মোং হে এর সাথে একটি সাক্ষাৎকার পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন: “বৈদেশিক সাহায্য মূলত বৈদেশিক নীতিকে সাহায্য করে। | 在外援方面,Socheata Vong转载《金边邮报》访问政治评论员Lao Mong Hay的内容: |
6 | আমেরিকার সরকারের দিকে দেখেন। যতক্ষণ কোন দেশ আমেরিকার নীতি অনুসারে তাদের নীতি পরিচালনা করবে ততক্ষণ তারা সাহায্য পাবে।” | …外援基本上是为外交政策服务,以美国政府为例,只要受款国政策与美国外交方针一致,他们就会提供援助。 |
7 | জনাব সেমোন আর হর্ত স্রুও ক্যাম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ নিয়ে লিখেছেন। স্রুও এর ব্লগ জানিয়েছে: | Mr. Semoun与Hort Sroeu皆提到南美在柬埔寨的投资,Sroeu的博客表示: |
8 | ২০০৭ সালে চীন, আমেরিকা, চীনের হংকং অঞ্চল, ভিয়েতনাম আর মালয়েশিয়ার পরে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের ৬ষ্ঠ স্থানে আসে ক্যাম্বোডিয়া। [সেদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত] শিন হুন-সুক বলেছেন…প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ পোশাক শিল্পে ছিল। | 柬埔寨在2007年成为南韩第六大海外投资地,前五名分别为中国、美国、香港、越南及马来西亚,南韩驻柬埔寨大使Shin Hyun-suk表示…南韩在柬埔寨的投资原本集中于成衣制造业,今日又增加银行、工业型农业、制造业、地产开发与资讯科技等类别。 |
9 | তিনি আরও বলেছেন যে ব্যাঙ্ক, কৃষি- কারখানা, উৎপাদন , বাড়ি নির্মাণ আর তথ্য প্রযুক্তি (আইটি) হচ্ছে ক্যাম্বোডিয়াতে দক্ষিণ কোরিয়ার এখনকার প্রধান বিনিয়োগ এলাকা। | |
10 | তবে দেশটাকে পোশাক শিল্পে আর পর্যটনে সেক্টরে চলমান ধ্বস সামলাতে হবে। যেমন খেমার ইয়ং জানিয়েছেন: | 不过柬埔寨仍得面对成衣出口与观光产业下滑的趋势,Khmer Young指出: |
11 | [ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে] ক্যাম্বোডিয়ার অর্থনীতি এই বছর ০. | 国际货币基金于3月6日表示,柬埔寨经济今年预估萎缩0. |
12 | ৫ শতক হ্রাস পাবে এটা আর্ন্তজাতিক অর্থ তহবিল গত শুক্রবার বলেছে। এই ঘোষণা নভেম্বরে আইএমএফ যে ৪. | 5%,这和去年11月预估能成长4.8%大不相同。 |
13 | ৮ শতক প্রবৃদ্ধির কথা বলেছিল তার থেকে বড় ধরনের পরিবর্তন। | 国际货币基金的看法请见此。 |
14 | আন্তর্জাতিক অর্থ তহবিলের বার্তাটি এখানে আছে। | 校对:Soup |