Sentence alignment for gv-ben-20141015-45165.xml (html) - gv-zhs-20141115-13819.xml (html)

#benzhs
1মিয়ানমারে নারীদের জন্য মদ কেনা নিষিদ্ধ হতে যাচ্ছে?缅甸可能禁止女性买酒?
2মিয়ানমারের হাপা-অ্যানের একটি বিয়ারের দোকান।缅甸巴安的酒吧。
3ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী এক্সেলার্ড। ক্রিয়েটিভ কমন্স নিবন্ধনের আওতায় প্রকাশিত।照片来自Flickr用户Axelrd(CC授权)。
4মিয়ানমারের সবচে' বড়ো শহর হিসেবে পরিচিত ইয়াঙ্গুন এবং মান্দালয়ে নারীদের জন্য মদ কেনা নিষিদ্ধ করতে আলোচনা করছে দেশটির কর্তৃপক্ষ।据报导,缅甸政府正讨论在国内最大的两个城市仰光和曼德勒,设立禁止女性购买酒精的区域。
5যদিও ২০০৯ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারের মানুষ সবচে' কম মদ্যপান করেন।尽管根据世界卫生组织2009年的数据,缅甸的酒精消费是东南亚最低的(只有1.
6একই পরিসংখ্যানে দেখা গেছে, সেখানকার নারীদের মাত্র ১. ৫ শতাংশ এবং পুরুষদের মাত্র ৩১ শতাংশ মদ পান করে থাকেন।5%的女性和31%的男性饮用酒精),但是很多人认为这个情况正在改变。
7তবে অনেকে দাবি করছেন, বর্তমানে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। ব্লগার আং টিন কেয়াং সাম্প্রতিককালের প্রবণতা নিয়ে লিখেছেন:部落格作家Aung Htin Kyaw也写到了这个趋势:
8বার্মা তার দরজা বহির্বিশ্বের জন্য উন্মুক্ত করে দিয়েছে।随着缅甸向世界开放,这个国家的传统社会价值好像也开始变得松散。
9আর তার ফলশ্রুতিতেই সামাজিক মূল্যবোধের অবনমন হচ্ছে। সম্প্রতি আমি বার্মার সামাজিক মিডিয়ায় খেয়াল করেছি, তরুণরা (এদের কারো কারো বয়স আমার চেয়েও কম), আমার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন বিভিন্ন সামাজিক আয়োজনে প্রায়ই মদ্যপান করে থাকেন।比如说,在社交网络上,我注意到很多缅甸的年轻人(和我一般大或者比我年轻),包括朋友和亲戚,开始在社交活动中饮酒。
10মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি বিয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী মার্ক্কু_এ।B 缅甸仰光的啤酒广告。
11ক্রিয়েটিভ কমন্স নিবন্ধের আওতায় প্রকাশিত। আং টিন কেয়াং-এর পোস্টে সহমত জানিয়ে ওয়াগানাং লিখেছেন:照片来自 Flickr 用户markku_a(CC授权)。
12ভোক্তা সমাজে- বিশেষ করে ফেসবুকে আমরা যে ভোগবাদীতা দেখি- নারী, তরুণ, এমনকি তরুণ নয় এমন আরো অনেকে ওয়াইনের গ্লাস হাতে যে ছবি প্রকাশ করেন, তা স্ট্যাটাস সিম্বল অথবা ফ্যাশনের একটি অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়।网友Wagaung在Aung Htin Kyaw的文章下回复,表示赞同:
13বাস্তবিকভাবেই এগুলো আর সবাইকে উত্সাহিত করে।消费社会-特别是在脸书上可以看到的炫耀性消费-不可避免地鼓励了这种现象。
14মিয়ানমারের একমাত্র বর্মীভাষী দৈনিক তাদের এক প্রতিবেদনে নির্দিষ্ট কিছু এলাকায় নারীদের মদ্যপান নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে।我们已经开始看到很多年轻或不那么年轻的缅甸女性手中拿着一杯葡萄酒,好像这是一种身份符号或时尚选择。
15ব্লগার মেডিজুন বিষয়টি সঠিকভাবে তুলে আনা হয়নি বলে যুক্তি দেখিয়েছেন:到目前为止,只有一家缅甸文报纸报导禁止女性在某些地区购买和饮用酒精的计划。
16এই প্রতিবেদন প্রকাশের আগেই স্থানীয় পত্র-পত্রিকাগুলো নারী মদ্যপায়ীদের টার্গেট করেছে।部落格作家MadyJune认为这件事并没有得到客观的报导。
17দেশে মদ্যপায়ীর সংখ্যা বাড়ছে এমন প্রতিবেদনের সাথে বিয়ারের দোকানে বসা নারীদের ছবি প্রকাশ করেছে।甚至在这个新闻之前,一些地方媒体就已经在针对饮酒的女性。
18আমি মদ্যপানের পক্ষে ওকালতি করছি না। আমি মদকে ঘৃণা করি।讨论缅甸酒精消费上升的文章,都会用到女性坐在酒吧的照片。
19দুর্গন্ধের কারণে এর কাছেই যেতে পারি না।我不是在为酒精辩护。
20তবে শুধু নারী হওয়ার কারণে মদ পান করতে দেয়া হবে না, এমন চিন্তাভাবনা পক্ষপাতদুষ্ট।实际上,我个人非常讨厌酒精,完全无法忍受它的味道。
21আমি বিশ্বাস করি, আমাদের সবার অধিকার আছে মদ পান করবো কি করবো না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার।但是仅仅因为是女人就被限制喝酒,是不公平的。
22কেউ-ই সেটা আমাদের ওপর চাপিয়ে দিতে পারেন না।我认为我们应该有选择是否喝酒的权利,任何人都不可以把他们的想法强加给我们。
23বার্মার মহিলা লিগের মতে, পুরুষরা নানাভাবে সমাজের ওপর প্রভুত্ব প্রতিষ্ঠা করে যাচ্ছে।根据缅甸女性联盟,男性还是主宰着缅甸社会的方方面面。
24অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক সংস্থা ওইসিডি'র ২০১২ সালের লিঙ্গ সমতার র‌্যাঙ্কে ওইসিডি'র সদস্য দেশের বাইরের ১০২টি দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান ৪৪তম।经济合作与发展组织(OECD) 在2012年公布的社会建制和性别指数中,缅甸在102个非OECD国家中排名第44-同几内亚比绍和越南相近。
25গিনি বিসাউ এবং ভিয়েতনামও একই সারিতে রয়েছে।尽管MadyJune不赞同女性禁酒令,但是她认为与她看法一致的缅甸女性可能并不多:
26নিষেধাজ্ঞা আরোপে বিরোধিতা করেও মেডিজুন বিশ্বাস করেন, কিছু নারী তাদের মতামত জানাবেন:我怀疑缅甸女性会因为这种不公平的禁令而愤愤不平。
27আমার সন্দেহ আছে, এরকম একটা অনায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে মিয়ানমারের গোটা নারী সমাজ বিক্ষোভে নেমে পড়বেন।事实上,也许她们中的一些人(或大多数人)还会支持这个政策。
28কিছু অবশ্য (বেশিরভাগ নারীই) নিষেধাজ্ঞার প্রতিই তাদের সমর্থন জানাবেন। অন্য একটি পোস্টে ব্লগার আং টিন কেয়াং ব্যাখ্যা দিয়েছেন যে, মদ্যপান বুদ্ধ ধর্মের মৌলিক নীতির পরিপন্থী।在另外一篇文章中,Aung Htin Kyaw解释戒酒是上座部佛教(南传佛教)伦理的一个重要部分。
29কেন না, মদ পান মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, যেখানে অন্য প্রাণির প্রতি বিপদজনক হয়ে উঠতে পারে।根据上座部佛教学说,酒精让人们容易做出危害其他生灵的行为。
30নারীদের জন্য মদ্যপান নিষিদ্ধ করার বিষয়টি পরিষ্কার নয়।很多研究都发现缅甸男性的饮酒量远远多于女性,所以针对女性实施禁酒的具体动机还不清楚。
31যদিও মিয়ানমারে নারীদের চেয়ে পুরুষরা বেশি মদ পান করেন। কোন কোন এলাকায় নারীদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হবে তা এখনো অনিশ্চিত।同时,区域禁酒令的走向现在还不得而知:尽管缅甸的卫生部长在2014年7月表示他正在考虑限制酒精消费,但最近的新闻却透露出许多缅甸的国会议员都不认为禁酒法律是当务之急。
32তবে স্বাস্থ্যমন্ত্রী মদ্যপান কমিয়ে আনার জন্য বিধিনিষেধ আরোপের কথা চিন্তাভাবনা করছেন।喝酒习惯的讨论,凸显了人们对缅甸大城市受西方文化日益影响的关切。
33সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের অনেক সংসদ সদস্য মদ্যপান আইনকে অগ্রাধিকার দিচ্ছেন না।即使禁酒令没有在仰光和曼德勒实施,这种男女应适用不平等法律的想法,在日益变化的缅甸社会中正在演变成更尖锐的问题。
34মিয়ানমারের মানুষদের মদ্যপানের অভ্যাসের বিষয়টি আলোচনার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বৃদ্ধির বিষয়টিও সামনে চলে এসেছে।译者:Tang
35এদিকে ইয়াঙ্গুন এবং মান্দালয়ে নিষেধাজ্ঞা চালু না হলেও পুরুষদের জন্য এক নীতি আর নারীদের জন্য আরেক নীতির ফলে লিঙ্গ বৈষম্য একটি ইস্যু হয়ে উঠেছে।校对:Ameli