# | ben | zhs |
---|
1 | আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের জন্য ভোট | 票选非洲七大自然奇景 |
2 | আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের উদ্দেশ্য নাগরিকদের ভোট দেওয়ার জন্য এক বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, বর্তমানে যার ভোট প্রদান চলছে। | 非洲七大自然奇景的年度票选已经开放让大众投票,而且目前活动仍在进行中。 这个票选由全球民间组织“七大自然奇景”竭力举办,到目前为止全非洲共有12处景点获排名。 |
3 | সেভেন ন্যাচারাল ওয়ান্ডার নামের বৈশ্বিক এক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই মুহূর্তে আফ্রিকা মহাদেশের ১২টি এলাকা এতে অন্তর্ভুক্ত। | 让我们来看看今年已获选的名单,以及其它未获选却极具竞争力的景点。 博茨瓦那的奥卡万戈三角洲(The Okavango Delta, Botswana) |
4 | তালিকায় যে সমস্ত এলাকা এবার জায়গা করে নিয়েছে এবং যে সমস্ত এলাকা জায়গা করে নিতে পারেনি, তাদের সম্বন্ধে জানুন। | 河马在博茨瓦那的奥卡万戈三角洲泡澡。 |
5 | ওকাভাঙ্গো বদ্বীপ, বাৎসোয়ানা | 这是世界上最大的内陆三角洲。( |
6 | ওকাভাঙ্গো বদ্বীপে জলহস্তীর গোসল,ওকাভাঙ্গো বিশ্বের সর্ববৃহৎ স্থল বদ্বীপ, ছবি জনের, উইকিপিডিয়া থেকে সিসি লাইসেন্স-এর দ্বারা প্রকাশ করা হয়েছে। | 图片来源:John on Wikipedia CC-license-by) |
7 | ওকাভাঙ্গো বদ্বীপ এলাকা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থল বদ্বীপ এলাকা, ওকাভাঙ্গো নদীর উপত্যকায় বৃষ্টির পানিতে এই বদ্বীপের সৃষ্টি হয়। | 奥卡万戈三角洲是世界最大的内陆三角洲,是由大量雨水注满奥卡万戈河而成形。 纳米比亚政府计划建造一座水力发电站来调节奥卡万戈河的泛滥情形,不过环保人士担心这项工程所带来的伤害会消灭三角洲内大部分的动植物。 |
8 | নামিবিয়ার সরকার এখানে একটি জলবিদ্যুৎ স্টেশন তৈরি করার কথা চিন্তা করছে যা কিনা ওকাভাঙ্গো নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিবেশবাদীদের শঙ্কা এই যে, প্রকল্পটি বদ্বীপ এলাকার বেশীরভাগ জলজ উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট করবে। | 埃及、苏丹和厄利垂亚的红海珊瑚礁(The Red Sea Reef, Egypt, Sudan and Eritrea) |
9 | লোহিত সাগরের নীচের শৈলশিরা, মিশর, সুদান এবং ইরিত্রিয়া | 位处非洲与亚洲之间的红海是印度洋的海水入口。 |
10 | লোহিত সাগর হচ্ছে ভারত মহাসাগরের পানির দ্বারা সৃষ্টি একটি অংশ, যা কিনা আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত। | 这里的珊瑚礁沿着埃及、苏丹和厄利垂亚的海岸线伸展,长达1,240哩,而且水域内包含超过1,100种鱼类。 |
11 | এর নিচে যে শৈলশিরা রয়েছে তা মিশর, সুদান এবং ইরিত্রিয়ার ১,২৪০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এই এলাকায় প্রায় ১,১০০ প্রজাতির মাছের আবাস । | 红海的海金鱼(Anthia goldfish)。 |
12 | লোহিত সাগরের আনিথা গোল্ডফিশ, ছবি উইকিমিডিয়া কমন্স-এর, পাবলিক ডোমেইন-থেকে নেওয়া। | 图片来自维基共享资源。 |
13 | মাউন্ট কেনিয়া, কেনিয়া | 拍摄处为公共领域。 |
14 | মাউন্ট কেনিয়ার দেওয়াল, ছবি রাদু ভাটকু-এর (সিসি বাই -৩. | 肯尼亚的肯尼亚峰(Mount Kenya, Kenya) |
15 | ০) মাউন্ট কেনিয়া হচ্ছে কেনিয়ার সর্বোচ্চ এবং কিলিমানজারোর পর আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা। | 肯尼亚峰。 图片由Radu vatcu提供。( |
16 | হাজার বছর ধরে এই পর্বতমালা তার শিখরে বরফের টুপি পড়ে আছে। | CC BY-3. |
17 | মাউন্ট কেনিয়ার প্রতিবেশ ব্যবস্থা ২০ লক্ষের বেশী মানুষের কাছে সরাসরি পানি পৌঁছে দিচ্ছে। | 0) 肯尼亚峰是肯尼亚境内最高的一座山,也是非洲排名第二的高山,仅次于乞立马札罗山( Kilimanjaro)。 |
18 | বাওবাবস এভিনিউ,মাদাগাস্কার | 数千年来,肯尼亚峰上覆盖着冰盖。 |
19 | বাওবাবস এভিনিউ, মারোনডাভা, মাদাগাস্কার-এর স্থানীয় জনতা। | 有二百多万人直接受惠于肯尼亚峰的生态系统所提供的水资源。 |
20 | ছবি উইকিমিডিয়া কমন্সের (সিসি বাই -এসএ -৩. | 该国家公园每年有超过16,000人的访客。 |
21 | ০) । দি এভিনিউ অফ দি বাওবাসো (বাওবাব নামক বৃক্ষের সড়ক) পশ্চিম মাদাগাস্কারের মেনাবে এলাকার মারোন্দাবা এবং বেলোনি-ই ত্রিশিরিবিহিনি নামক এলাকার মাঝামাঝিতে অবস্থিত। | 马达加斯加的猴面包树大道(The Avenue of the Baobabs, Madagascar) |
22 | এটি হচ্ছে বাওবাব গাছের এক এলাকা, যার মধ্যে কয়েকটা ৮০০ বছরের পুরোনো, সেগুলো প্রায় ৩০ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই বিশেষ প্রজাতির গাছ মাদাগাস্কারের এখন বিপন্ন প্রায়। | 马达加斯加的西部大城穆隆达瓦(Morondava)猴面包树大道上的当地居民。 图片取自维基共享资源(CC BY-SA 3.0)。 |
23 | এই এলাকা সম্প্রতি সংবাদে উঠে আসে কারণ এই এলাকায় দবানাল ছড়িয়ে পড়ে যা কিনা বিশাল গাছের পাশে সদ্য রোপণ করা চারা পুড়িয়ে ফেলে। | 猴面包树大道位处马达加斯加的西方曼纳比区(Menabe region)的穆隆达瓦城和拜罗的资理毕希纳(Belon'i Tsiribihina ) 之间。 这些800年历史的猴面包树高达30米,是马达加斯加的特有种。 |
24 | বেমারাহা স্টোন ফরেস্ট, মাদাগাস্কার | 这个景点最近上了新闻,因为一场野火烧毁了这些参天大树周围新种植的树木。 |
25 | মাদাগাস্কারের তাসিনিগাই দে বেমারাহা স্ট্রিক নেচার (রুক্ষ) সংরক্ষিত এলাকা। ছবি উইকিপিডিয়ার (সিসি বাই -৩. | 马达加斯加的贝马哈石林(The Stone Forest of Bamaraha, Madagascar) |
26 | ০) তাসিনিগাই দে বেমারাহা এটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকা, যা মাদাগাস্কারের মেলাইকা অঞ্চলের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। | 马达加斯加的荆棘贝马哈严格自然保护区(Tsingy de Bemaraha Strict Nature Reserve )。 |
27 | এই প্রাকৃতিক পাথুরে উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এক সংরক্ষিত এলাকা। | 图片取自维基百科 (CC BY-3. |
28 | আর এই স্টোন ফরেস্ট-এর প্রধান আকর্ষণ হচ্ছে লাইমস্টোন নামে পরিচিত পাথরের ছুঁচালো পাথরসমূহ যা কিনা ভুপৃষ্ঠের অভ্যন্তরের পানি এবং বায়ুর সংঘর্ষের সৃষ্টি ক্ষয়ের কারণে তৈরি হয়েছে। | 0) 荆棘贝马哈是个自然保护区,靠近马达加斯加西海岸线的梅拉基区(Melaky Region)。 联合国教科文组织(UNESCO)将这个国家公园列为世界遗产,其中最著名的就是这座石林。 |
29 | জুমা রক, নাইজেরিয়া | 石林的成形是由于地下水和强风将石灰岩侵蚀成针状而产生。 |
30 | আবুজার কাছে জুমা রক নামের পাথর। | 尼日利亚的祖玛岩(Zuma Rock, Nigeria) |
31 | ছবি ফ্লিকারের জেফ আত্তাওয়াই-এর (সিসি বাই-২. | 阿布贾(Abuja)邻近处的祖玛岩。 |
32 | ০) জুমা রক হচ্ছে ৭২৫ মিটার উঁচু একটা মনোলিথ পাথর, যা কিনা নাইজেরিয়ায় আবুজার রাস্তার পাশে অবস্থিত। এর অপর নাম আবুজার প্রবেশ পথ, মূলত আবুজায় যাবার পথ এখান থেক শুরু। | 图片来源:Jeff Attaway on Flickr (CC-BY-2. |
33 | ফার্নেস পিক, রিইউনিয়ন আইল্যান্ড। | 0) 祖玛岩是块725米高的巨石,位于尼日利亚阿布贾城附近。 |
34 | এপ্রিল ২০০৭-এ চূড়ায় উদগিরণ, ছবি ফ্লিকাররে জাতিক-এর (সিসি বাই এনসি-এসএ) | 它有个昵称:“通往阿布贾城的大门”,因为它就位于城外的道路上。 |
35 | লো পতি দে লা ফরনিসে ( আগ্নেয় চূড়া) একটি মুখগহ্বর ঢাকা আগ্নেয়গিরি যা কিনা ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পশ্চিমে অবস্থিত। | 留尼旺岛的熔炉峰( The Peak of Furnace, Réunion Island) |
36 | আলড্রাব্রা এ্যাটোল, (প্রবাল প্রাচীর) সিশেলিস | 2007年4月,熔炉峰的火山爆发。 |
37 | আলডাব্রা আইল্যান্ড, সিশেলিস, ছবি ফ্লিকারের জন শ-এর (সিসি-বাই -২. | 图片来源:zatiqs (CC BY-NC-SA) |
38 | 0)। আলডাব্রা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরাল প্রবাল প্রাচীর এবং সিশেলিসের দ্বীপের অংশ। | 乐富尔奈斯(Le Piton de la Fournaise,或熔炉峰)是座盾状火山,位于印度洋上留尼旺岛的东侧。 |
39 | আলডাব্রা হচ্ছে পুরোপুরি মানব হস্তক্ষেপমুক্ত এবং বিশ্বের অতিকায় কচ্ছপদের সর্ববৃহৎ বসতি। | 它是世界上最活跃的火山之一。 赛席尔的阿尔达布拉环礁(The Aldabra Atoll, Seychelles) |
40 | মাউন্ট কিলিমানজারো, তানজানিয়া | 赛席尔的阿尔达布拉岛。 |
41 | কিলিমানজারোয়-এর কিবো, ছবি ক্রিস ৭৩-এর (সিসি-এনসি-বাই) | 图片来源:Johny Shaw (CC-BY-2. |
42 | কিলিমানজারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ এবং মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা ৫৮৯৫ মিটার। | 0) 阿尔达布拉是世界第二大环礁,它构成了赛席尔的一部分。 阿尔达布拉几乎没有人为干扰,是巨大象龟的家乡,且其数量为全球之首。 |
43 | বর্তমানে কিলিমাজারোর বরফের স্তর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে এবং এর ক্রমশ পাতলা হয়ে যাওয়া, বিশ্বের মধ্য-নিম্ন দ্রাঘিমাংশের গ্লেসিয়ার-এর সঙ্কোচন-এর মত ঘটনা। | 坦桑尼亚的乞立马札罗山(Mount Kilimanjaro, Tanzania) 乞立马札罗山上的雪白斑点(Kibo)。 |
44 | বর্তমানে যে হারে বরফ গলছে, সেই অনুপাতে গলতে থাকলে ২০২২ থেকে ২০৩৩ সালের মধ্যে কোন এক সময়ে কিলিমানজারো পুরোপুরি বরফমুক্ত হয়ে পড়বে। | 图片来源:Chris 73 (CC-NC-BY) |
45 | নাগারোনাগারো ক্রাটার, তানজানিয়া | 标高5,895米的乞立马札罗山是非洲的最高峰,也是世界上最高的独立式山。 |
46 | নাগারোনাগোরো ক্রার্টার এক তরুণ সিংহ শিকারে ব্যস্ত। | 乞立马札罗冰原缩退变薄的状况,与全球其他中低纬度地区的冰川缩退非常相似。 |
47 | উইকিমিডিয়ার ছবি তুলেছে ব্রোকেন ইনাগ্লোরি (সিসি বাই ৩. | 依照目前冰融速度估计,乞立马札罗的冰川将在2022年到2033年之间消失。 |
48 | ০) নাগোরোনাগোরো ক্রাটার বিশ্বের বৃহৎ, অভগ্ন এবং উন্মোচিত হয়নি এমন এক আগ্নেয় গর্ত, যা কিনা তানজানিয়ার উচ্চভুমি আরুশার পশ্চিমে অবস্থিত। | 坦桑尼亚的恩哥隆格罗火山口(Ngorongoro Crater, Tanzania) 年轻公狮在恩哥隆格罗火山口准备狩猎。 |
49 | এই ক্রাটার বা আগ্নেয় গর্ত পূর্ব আফ্রিকার বনভূমির প্রায় সকল প্রজাতির আবাসভুমি, এক হিসেব অনুসারে এই এলাকার মধ্যে প্রায় ২৫,০০০ জন্তু বাস করে। | 图片来源:Brocken Inaglory 在维基百科 (CC-BY-3. |
50 | সেরেঙ্গাতি মাইগ্রেশন, তানজেনিয়া ওয়াইল্ডবিস্ট নামক প্রাণী নদী পার হচ্ছে, ছবি স্টিফান সোয়ানিপোল-এর উইকিপিডিয়া থেকে নেওয়া। | 0) 恩哥隆格罗火山口是个大而完整、无岩浆泛滥的火山口,位处于坦桑尼亚火山高原区(Crater Highlands area)阿罗沙(Arusha)的西侧。 |
51 | (সিসি বাই -৩. | 此火山口养育着东非的野生动物,几乎每种品种皆可见。 |
52 | ০) সেরেঙ্গেতি অভিবাসন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং সর্ববৃহৎ স্থল বন্য জন্তুর অভিবাসন। | 估计约有25,000只动物生活在此地。 |
53 | প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তানজানিয়ার দক্ষিণ সেরাঙ্গাতির নাগোরোনাগোরো এলাকা থেকে বিশাল আকারে বন্যপ্রাণীর এক অভিবাসন যাত্রা শুরু হয়। | 坦桑尼亚的赛伦盖提动物大迁徙(The Serengeti Migration, Tanzania) 牛羚渡河。 |
54 | যখন এই বিশেষ সময় শুরু হয় তখন ১২ লক্ষ বন্য প্রানীর মধ্যে থেকে ৭৫০,০০০টি জেব্রা এই অভিবাসনে অংশ নেয়। | 图片来源:Stefan Swanepoel 在维基百科(CC-BY-3. |
55 | সাহারা মরুভুমি | 0) 赛伦盖提动物大迁徙是世界上规模最大和最长的陆路迁徙。 |
56 | উত্তর-পূর্ব চাদের এনাদির গুয়েলতা দা'আর্চের উট, ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া (সিসি-বাই-২. | 每年一月至三月,当裂冰季节开始时,牛羚的大迁徙也从坦桑尼亚的赛伦盖提南部的恩哥隆格罗区域开始。 领前于120万头牛羚大迁徙的,是大约750,000头的斑马。 |
57 | ০) সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি। | 撒哈拉大沙漠(The Sahara Desert) |
58 | এই মরুভূমি, আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি মৌরিতানিয়া, মরোক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান, এবং তিউনিশিয়ার খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে আছে। | 查德东北的恩内迪区(Ennedi)格尔塔桥拱(Guelta d'Archei)的骆驼。 |
59 | সাহারার দক্ষিণ সীমান্তে জুড়ে কম বৃষ্টিপাতে টিকে থাকতে পারে এমন তৃণভূমি ছড়িয়ে আছে, যাকে বলা হয় সাহেল। | 图片来源:维基百科 (CC-BY-2. |
60 | ব্লাগারদের পরামর্শ | 0) 撒哈拉大沙漠是世界上最大的热带沙漠。 |
61 | এই সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু প্রাকৃতিক বিস্ময় বাদ পড়ে গেছে। | 此沙漠涵盖国家至少包括阿尔吉利亚、查德、埃及、利比亚、马里、毛利塔尼亚、摩洛哥、尼日尔、西撒哈拉、苏丹和突尼西亚。 |
62 | কাজে কয়েকজন ব্লগার তাদের নিজস্ব ব্লগের মাধ্যমে এই বিষয়ে নিজেদের পরামর্শ প্রদান করেছেন। | 撒哈拉大沙漠的南部边境的特点是半干旱的稀树草原带,或称之为萨赫勒(the Sahel)。 |
63 | এই বিষয়ে খানিকটা বিতর্ক ছিল যে কয়েকটি দেশের প্রাকৃতিক আশ্চর্যের নাম বেশ কয়েবার তুলে ধরা হয়ছে। | 博客所建议的遗珠名单 |
64 | অন্যদিকে যোগ্যতা সম্পন্ন কয়েকটি এলাকার নাম সেখানে আদৌও উল্লেখ করা হয়নি। | 还有其他数个自然奇观榜上无名,因此一些博客透过自己的博客,推荐他们所认为的遗珠。 |
65 | ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে | 稍有争议的部分是,有些国家获得数次提名,而有些国家却一次都没有,尽管这些未获提名的国家也拥有值得的候选景点。 |
66 | জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত ইতোমধ্যে বিশ্বের সেরা সাত প্রাকৃতিক বিস্ময়ের তালিকায় ঠাঁই পেয়েছে। | 赞比亚和津巴布韦的维多利亚瀑布(The Victoria Falls, Zambia and Zimbabwe) 赞比亚和津巴布韦边界处的维多利亚瀑布已被获选为世界七大奇景之一。 |
67 | ভিক্টোরিয়া জলপ্রপাতের ধারে প্রাকৃতিক ভাবে তৈরি এক পুকুরে সাতার কাঁটা, লিভিংস্টোন আইল্যান্ড দিয়ে যেখানে যাওয়া যায়। | 在维多利亚瀑布的边缘处游泳。 这是天然成形的安全泳池,由利文斯通岛(Livingstone Island)进入。 |
68 | ছবি উইকিমিডিয়া কমন্সের, ইয়ান রেসটাল তা পাবলিক ডোমেইনে প্রকাশ করেছে। | 图片来源:维基百科共享资源,由Ian Restall发布使用。 |
69 | ব্লাইদে রিভার ক্যানিয়ান (নদীর গিরিখাত) দক্ষিণ আফ্রিকা | 南非的布莱德峡谷(Blyde River Canyon, South Africa ) |
70 | ব্লাইদ নদীর গিরিখাত যা কিনা মাপুমালাঙ্গা এবং ড্রাকেন্সবার্গ এসক্রাপমেন্ট-এর উত্তর পূর্বে দিকে গঠিত হয়েছে। | 布莱德峡谷位于普马兰加省(Mpumalanga),其河流切穿地形,构成德拉肯斯 悬崖(Drakensberg escarpment) 的北面。 |
71 | এটা ১৬ মাইল (২৬ কিলোমিটার) দীর্ঘ এবং গড়ে প্রায় ২,৫০০ ফুট (৭৬২ মিটার) গভীর। | 布莱德峡谷长16哩(26公里),平均深度大约2,500尺(769米)。 |
72 | এই গিরিখাতের বেশীর এলাকা পাথুরে (স্যান্ডস্টোন নামক পাথর দিয়ে তৈরি)। | 此峡谷大部分由红色砂岩所构成。 |
73 | ব্লাইদে নদীর গিরিখাতের সেই অংশ যেখান দিয়ে পানি পড়ে (তার ক্রন্দন-শীল চেহারা)। | 大自然的哭脸(The Weeping Face of Nature)位于布莱德峡谷。 |
74 | ছবি উইকিপিডিয়ার পটোসিয়ো-এর (সিসি-বাই-৩. | 图片来源:Ptosio在维基百科(CC-BY-3. |
75 | ০)। নির্বাচনী প্রক্রিয়ায় বাদ পড়ে গেছে এমন যে কোন সাইটের নাম নীচের মন্তব্য বিভাগে যোগ করতে কোন ধরনের অস্বস্থি বোধ করবেন না। | 0) 欢迎在以下的评论回覆提出你认为未获提名的好景观。 |