# | ben | zhs |
---|
1 | কলম্বিয়া: প্রেসিডেন্ট পদপ্রার্থীরা ইউটিউবে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিয়েছেন | |
2 | কলম্বিয়ার রাজনৈতিক ওয়েবসাইট লা সিলা ভাসিয়া (খালি চেয়ার) টিভি সংবাদ চ্যানেল এনটিএন২৪ এর সহযোগিতায় রাষ্ট্রপতি পদপ্রার্থীদের একটি বির্তকের আয়োজন করে যেখানে প্রার্থীরা মানুষের অনলাইন ভিডিও প্লাটফর্মে জমা দেয়া প্রশ্নের উত্তর দেন, সিএনএন ইউটিউব বিতর্কের অনুকরণে যেটা কেউ কেউ বলেন ওবামাকে হোয়াইট হাউজে যেতে সাহায্য করেছে। | |
3 | দ্যা এম্পটি চেয়ারের (খালি চেয়ার) সম্পাদক আর পরিচালক জুয়ানিতা লিওন ঘটনার আড়ালের ব্যাপারগুলো ব্যাখ্যা করে পোস্ট দিয়েছেন যে কেন তারা এই বিতর্ক করতে চেয়েছেন, কিভাবে তারা ভিডিওর প্রশ্ন বাছাই করেছেন, কি তাদেরকে ১০ সেকেন্ডে উত্তর দেয়ার সময়সীমার নিয়মটি বাছাই করিয়েছে আর আধ ঘন্টা বেশী প্রচার সময় যা শেষ মুহূর্তে বিতর্কের সাথে যুক্ত হয়েছিল সেই সময়ে কি হয়েছে - প্রার্থীদের কিভাবে তাদের প্রস্তুতি নেই এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয়। | |
4 | শেষের এই বিষয় নিয়ে তিনি লিখেছেন: | 哥伦比亚:总统候选人回覆民众提问影片 |
5 | প্রার্থীদের সাড়া বেশ ভালো ছিল, যেমন ছিল তাদের মনোভাব। তাদেরকে টেলিভিশনে সরাসরি জটিল প্রশ্নের মুখোমুখি করা তাদের জন্য অসম্মানজনক ছিল। | 哥伦比亚网站La Silla Vacía(空椅)与电视新闻频道NTN24合作举办总统选举辩论,仿效2008年CNN YouTube辩论会,要求总统候选人回答民众上传至网络影片平台的问题,有些人甚至认为,当年美国总统欧巴马(Barack Obama)就是因此入主白宫。 |
6 | এটা আরো বেশী যখন দেখা যায় যে ১৫ দিনের নির্বাচনের সব কিছু এখানে কাজে লেগেছে। আর তারা তাদের সব থেকে ভালো করার চেষ্টা করেছেন। | 网站主编Juanita León发表一篇幕后文章,说明为何与电视频道合作、如何选择影片问题、为何设定十秒限制,以及为何最后一刻临时将辩论加长半小时,让候选人被迫回答无法事先准备的问题,她指出: |
7 | আসলে কলম্বিয়ার জন্য ভালো হয়েছে এমন সুযোগ পাওয়ায় এতজন ভালো আর ভিন্নতর প্রার্থীদের যাচাই করতে পেরে। | |
8 | এটা নিশ্চিত করার জন্য যে এই বিতর্কে সকল ধরনের মানুষের কাছ থেকে প্রশ্ন থাকবে, লা সিলা ভাচিয়ার পাঠকরা বেশ কয়েক ডজন করে প্রশ্ন পাঠান। | |
9 | এনটিএন২৪ ও অনেক প্রশ্ন দিয়েছে আর ই্য়ুরগেন কাইজার, যে ব্যক্তি প্রথমে ইউটিউব বিতর্কের ধারনা দেন তার ক্যামেরা নিয়ে বেরিয়ে পরেন মানুষের সাক্ষাতৎকার নিতে যারা সাধারনত ইন্টারনেট সংযোগ পাননা। | |
10 | দ্যা এম্পটি চেয়ার (খালি চেয়ার) ওয়েবসাইটে, তারা বিতর্কের সব থেকে ভাল আর খারাপ মুহূর্তের সমালোচনা প্রকাশ করেছেন, যার মধ্যে ১০ সেকেণ্ড সময়সীমার ব্যাপারটি আছে আর বিতর্কের শেষের ঝামেলাটির উল্লেখ আছে। | |
11 | তারা একটি ভিডিওর উল্লেখ করেন একটি ‘অদ্ভুত' ট্যাগ দিয়ে এবং আদ্রিয়ানা বায়েন ও জুলিয়ানা কাস্ট্রোর প্রশ্নটিকে আলাদা করে উল্লেখ করেন; যেখানে পুতুলের মত নকল আওয়াজে শিশু শ্রমের ব্যাপারে ছন্দ করে প্রশ্ন করা হয়। | |
12 | আদ্রিয়ানা বায়েন ও জুলিয়ানা কাস্ট্রো নামে দুইজন ব্যবহারকারী একটি ভিডিও পাঠিয়েছেন যেখানে সশরীরে প্রশ্নের উত্তর দেয়ার বদলে তারা একটা পুতুলকে রাস্তার ধারের বিক্রেতা হিসাবে সাজিয়েছিল। | |
13 | বাচ্চার গলায় এই পুতুল জিজ্ঞাসা করছিল, ”ছোট্ট বল, ছোট্ট বল, দু'শ টাকায়। জনাব প্রার্থী, আপনি কি করে আমাকে সাহায্য করতে পারেন। | 候选人回覆内容令人印象深刻,态度也很良好,要求他们在电视现场直播时,用这么短的时间回答复杂问题,其实对他们不够尊重,而且辩论距离投票日只有15天,各候选人确实已尽全力,哥伦比亚能够在这么多元的好候选人之间抉择,真是好事一椿。 |
14 | আমি পড়তে চাই কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে।“ এটা ভালো বলেই মনে হলো, কিন্তু প্রার্থীরা যে স্ক্রিনে দেখবেন সেটা কাজ করছিল না, ভিডিওটা তিনবার দেখানো হয়। | 为确保辩论问题能来自社会各界,网站读者提出数十种问题,电视台也准备许多问题,原本提出这个构想的Jurgen Kaiser也带着摄影机外出,访问通常不会接触网络的民众。 |
15 | বাচ্চার এই আওয়াজ সেটে যারা ছিলেন আর অনেক টুইটার ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছিল। সব মিলিয়ে বিপর্যয়। | 网站亦评论这场活动最好与最糟的时刻,包括十秒钟限制、辩论最后混乱情况等,亦提及「奇怪问题」这个类别,并特别以Adriana Baen与Juliana Castro提供的问题为例,提问人用牵线木偶与假声询问童工现象: |
16 | তবে মনে হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার অনুযায়ী এই বিতর্কের সব থেকে মনে রাখার মতো চরিত্র ছিল এই পুতুল। #বোলিটাবোলিটা হিসাবে ট্যাগ করার খুব বেশী সময় যায়নি যখন ‘ইন্সট্যান্ট বোলিটা' ব্লগ জন্ম নিয়েছিল, যেখানে আরও অদ্ভুত সব ব্যাপার হচ্ছিল। | Adriana Baen与Juliana Castro提出问题时,本人并未入镜,而将娃娃打扮成小贩,再用怪异的童声询问,「小球,小球只卖两百,候选人先生,你们要怎么帮助我,我想念书,但是又得工作」,这似乎是个不错的点子,但因为候选人观看的萤幕故障,故影片重播三次,怪异童声让现场及Twitter用户感到不满,而候选人因为要遵守规则,得在十秒内回答,无法提出任何具体解决方案,整体而言,就是一场灾难。 |
17 | কিন্তু সব কিছু অদ্ভুত ছিলনা। বেশ কিছু প্রশ্ন আর পরিকল্পনা দর্শকদের চিত্রের প্রতিফলন ছিল। | 但是对Twitter用户而言,这个人偶却是令人印象最深的片段,他们使用#bolitabolita这个标签在网络上讨论,而且没过多久,就有人建立这个网页,按钮即可听见怪异童声。 |
18 | একজন তরুণী যখন প্রার্থীদের জিজ্ঞাসা করেন সেইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কি করা যায় যাদের যাতাযাতের খরচের সামর্থ নেই, প্রার্থী সান্তোস একটা আকর্ষণীয় আর উচ্চাকাঙ্খার পরিকল্পনার কথা জানিয়েছেন: | |
19 | একজন নাগরিক যিনি যাতাযাতের খরচ না চালাতে পেরে কলেজ ছেড়ে দিয়েছিলেন সান্তোসকে জিজ্ঞাসা করেন লা উ দলের প্রার্থী হিসাবে তিনি তার জন্য কি করতে পারেন। তিনি তাকে একটি প্রস্তাব শোনান যেটা আগে শোনা যায়নি। | 但并非一切都很怪异,有些问题反映许多观众的心声,一名年轻女子询问候选人,该如何让无力负担交通费的大学生顺利通勤至学校,候选人桑多斯(Juan Santos)提出吸引人又有企图心的计划: |
20 | “ সরকারি স্কুল থেকে পাশ করা সকল উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে আমরা আর্থিক সাহায্য দেব যাতে তারা তাদের উচ্চ শিক্ষা আর একই সময়ে পড়াশোনার পিছনে যা ব্যায় হয় তা মেটাতে পারে। | |
21 | সব থেকে কম আয়ের লোকের জন্য ভর্তুকির অর্থ, শূন্য সুদ আর এই দেনা তখনই শোধ করতে হবে যখন ওই ব্যক্তির একটা স্থায়ী আয় হবে। এর ফলে পরিসংখ্যানে প্রতি বছর প্রায় ৩ লাখ তরুণ বেকারের খাতায় যুক্ত হয় সেই সংখ্যা কমবে,” সান্তোস উত্তর দেন। | 有位民众因为付不出交通费而被迫辍学,她询问候选人桑多斯能拿出什么办法,结果他提出前所未闻的构想:「我们会提供贷款给 每一位 公立中学毕业生,让他们能支付高等教育费用,以及他们在求学期间的必要花费,低收入户可获得贷款补助,零实质利率,等到这位年轻人拥有稳定收入后,才需要 偿还贷款,这能让每年30万年轻人脱离失业」。 |
22 | কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কগুলো আপনারা দেখতে পারেন ব্লিপ. | 这里是影片 |
23 | টিভি চ্যানেল: লা সিলা ভাসিয়া তে। | 各位可以在网站blip.tv频道上,看到更多总统候选人辩论的问答与回答。 |