# | ben | zhs |
---|
1 | হাঙ্গেরী: ইরান ও কখনো কোন কিছুর না-এর জন্য শোভাযাত্রা | 匈牙利:为伊朗游行与各种集会 |
2 | যারা গত কয়েক সপ্তাহ ধরে হাঙ্গেরীতে রয়েছে তারা বিভ্রান্ত হতে পারেন কারন হাঙ্গেরীর নাগরিক বিভিন্ন উপায়ে প্রতিবাদ শোভাযাত্রা বের করেছে যা গণতন্ত্রের এক হাতিয়ার। | |
3 | জুনের ১৯ তারিখে প্রায় একশত ইরানি ছাত্র যারা হাঙ্গেরীতে পড়াশুনা করছে তারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের হিরো স্কোয়ারে এক আনুষ্ঠানিক নিরবতা পালন করে। | |
4 | এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ফেসবুকের মাধ্যমে। | 最近几周待在匈牙利的人可能会感到相当困惑,因为当地人民运用不同集会方式,做为展现民主的工具。 |
5 | দ্বিতীয় প্রতিবাদটি, হাঙ্গেরীর সমর্থকদের অংশগ্রহণে ইরানি দুতাবাসের সামনে অনুষ্ঠিত হয় জুনের ২১ তারিখে। এর নাম দেওয়া হয়েছিল গ্রীন ফ্লাশমব। | 6月19日,约百名伊朗学生集结在匈牙利首都布达佩斯的英雄广场,举办静默纪念活动,这场活动是透过Facebook动员;另一场游行发生于6月21日,许多匈牙利支持者前往布达佩斯的伊朗大使馆前,举行「绿色快闪活动」。 |
6 | তৃতীয় শোভাযাত্রাটি ইরানের গণতন্ত্র এবং মানবাধিকার লংঘনের প্রতিবাদে বের হয় যা অনুষ্ঠিত হয় জুনের ২৬ তারিখে। এটিও ইরানি দুতাবাসের সামনে অনুষ্ঠিত হয়। | 第三场「支持伊朗民主与人权」活动在6月26日举行,同样位于伊朗大使馆前,在社群博客「世界能够不同」上,Redjade提供6月21日游行资讯及照片,并在这篇文章提到6月26日的行动: |
7 | কমিউনিটি ব্লগ সাইট লেহাত মাস এ ভিলাজ (পৃথিবী আলাদা হতে পারে) এ রেডজেড ২১শে জুনের এবং ২৬শে জুন প্রতিবাদের তথ্য এবং ছবি প্রকাশ করেছে এবং এ সমন্ধে লিখছে: […] এটা ছিল পুর্বের প্রতিবাদের থেকে একেবারে আলাদা। | […]在6月21日活动现场,完全没有任何警察,这次则大不相同,不仅有拒马(和国会商借?),还有数十名警察、四部厢型车与六辆轿车,但活动过程相当友善与平和,不过我怀疑伊朗学生参与人数减少,是否与警察在场威吓有关。[ …] |
8 | গত রোববার সেখানে কোন পুলিশ উপস্থিত ছিল না। | |
9 | একেবারেই না। | |
10 | এবার কেবল সেখানে একটা বেড়াই ছিল না (সংসদ থেকে নিয়ে আসা), তার সাথে ছিল ডজন খানেক পুলিশ। এদের সাথে যুক্ত ছিল চারটি পুলিশ ভ্যান এবং ছয়টি গাড়ী। | 匈牙利媒体报导,匈牙利外交部长Gabor Iklody与伊朗大使Ali Reza Irvas会晤,会后外交部长表示,伊朗抗议民众有权和平抗争,匈牙利亦关切伊朗媒体所受的限制。 |
11 | কিন্তু পুরো শোভাযাত্রা বন্ধুত্বপুর্ন পরিবেশে এবং শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়। তবে আমি বিস্মিত হতাম না যদি ইরানি ছাত্ররা পুলিশের শান্তভাবে উপস্থিতিকেও অপমানজনক মনে করতো […]। | 6月21日还有另一种集会在布达佩斯举行,「双尾狗党」的成员及支持者发起所谓的「全面抗争」,反对各种荒谬的事,「双尾狗党」并非真政党,在匈牙利以极幽默的政治批判闻名,大约200人至300人聚集匈牙利中央主计处前,据活动博客表示,这场活动是因为这个单位存在本身就很荒谬。 |
12 | হাঙ্গেরিয়ান প্রচার মাধ্যম জানাচ্ছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী গাবর ইকলোডি এবং ইরানি রাষ্ট্রদুত আলি রেজা ইরাভাস এর মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভা নিয়ে এক রিপোর্ট করেছে। | |
13 | এর পর হাঙ্গেরীর সরকারি কর্মকর্তারা ঘোষণা করে যে ইরানের প্রতিবাদকারীদের এই দেশে শান্তিপুর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং হাঙ্গেরী ইরানে সাংবাদিকদের নিষিদ্ধ করার খবরে উদ্বিগ্ন। | |
14 | এ ছাড়াও জুনের ২১ তারিখে হাঙ্গেরীর রাজধানি বুদাপেস্টে আলাদা ধরনের এক শোভাযাত্রা বের হয়। | |
15 | এটি বের করে টু -টেইলড ডগ পার্টি বা দুই লেজওয়ালা কুকুরের দল (হাঙ্গেরিয়ান ভাষায়)। তারা একটি তথাকথিত এমন সব জিনিষে সাধারণ প্রদর্শনীর ব্যবস্থা করে যার কোন অর্থ নেই। | 艺术博客「影像工厂」中,记者Andras Foldes报导「双尾狗党」的活动情况: |
16 | টু টেইলড ডগ পার্টি একটা ছদ্ম রাজনৈতিক দল যাদের সবাই চেনে হাঙ্গেরীর বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলির উপর করা তীব্র সমালোচোনার কারনে। | |
17 | প্রায় ২০০- ৩০০ ব্যাক্তি হাঙ্গেরীর কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সামনে জমা হয় : প্রতিবাদ প্রদর্শনকারী ব্লগ(হাঙ্গেরীয় ভাষায়) অনুসারে, এই প্রতিবাদের কারন ছিল হাঙ্গেরীতে এই অফিসটি থাকার কোন মানে হয় না। | |
18 | শিল্পকলা ছবির ব্লগ কেপগিয়ারের (চরিত্র নির্মাণ কারখানা) সাংবাদিক আন্দ্রাস ফোল্ডেড (হাঙ্গেরিয় ভাষায়) টু-টেলইড ডগ পার্টির এর প্রতিবাদ সমন্ধে রিপোর্ট করেছে: | |
19 | […] আমরা আসলে কি চাই? | […]「我们要什么? |
20 | কিছুই না। | 什么都不要! |
21 | কখন? কখনই না! | 何时才要? |
22 | হাঙ্গেরীর পরিসংখ্যান অফিসের সামনে (কেএসএইচ) তাদের দাবী আদায়ের জন্য কয়েক মিনিট ধরে প্রতিবাদকারীর স্লোগান দিচ্ছে। | 永远都不要!」,抗议群众在匈牙利中央主计处前高喊许久,但未获任何回应,没 有人从主计处走出来收取连署与对话。 |
23 | কিন্তু তাদের শ্লোগান কারো কানে পৌঁছায়নি। | 不过人们有各种诉求:「让明天变昨天!」、「驱离我们!」、「站上台!」、「送所有激进人士到广场上!」[ …] |
24 | এই আওয়াজ শুনে দরখাস্ত গ্রহণ করার জন্য কেউ বের হয়ে আসেনি এবং তাদের সাথে আলোচনা করার জন্য কেউ আসেনি। যদিও অনেক দাবী ছিল আগামীকাল কে গতকাল বানাও! | 「影像工厂」博客有些留言提到,群众中有人高喊「驱离我们!」,其实具有潜在的政治意涵,影射自2006年以来,匈牙利现任政府所受的许多抗争,其他人指出,这种集会在欧洲不只有其文化背景,亦代表无政府主义或激进自由意识,也恰好与活动主要目标「无目的集会」相冲突。 |
25 | আমাদের বাতিল কর! প্রধান এলাকায় সকলকে একসাথে আনো একটি স্থানে। […] | 校对:Portnoy |
26 | কেপগিয়ার এর কিছু পাঠক উল্লেখ করেছে মন্তব্য বিভাগে যে একজন প্রতিবাদকারী ‘আমাদের বরখাস্ত কর' স্লোগান নিয়ে হাজির হয় যা আসলে একটা গোপন রাজনৈতিক বার্তা যা প্রায়শ:ই প্রদর্শীত হয় বতমান হাঙ্গেরীর সরকারের বিপক্ষে এবই এটি ২০০৬ সাল থেকে চলে আসছে। | |
27 | অন্যেরা লিখেছে যে এই ধরনের অর্থহীন শোভাযাত্রার ইতিমধ্যে ইউরোপের সংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে যা তার র্য্যডিকাল মুল লক্ষ্যর সাথে সংঘর্ষ বা বৈপরিত্ব তৈরী করে অর্থহীন কারনে শোভাযাত্রা বের করার মাধ্যমে। | |