Sentence alignment for gv-ben-20081221-1468.xml (html) - gv-zhs-20090103-1629.xml (html)

#benzhs
1উত্তর কোরিয়া: একটি নতুন মোবাইল নেটওয়ার্ক এ সপ্তাহে নর্থ কোরিয়ার একটি বড় সংবাদ আছে।朝鲜:建立行动通讯网
2মিশরের বৃহৎ টেলিকম কোম্পানী ওরাসকম সে দেশে একটি তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল নেটওয়ার্ক চালু করছে। রাজধানী পিওংইওং প্রথমে এই নেটওয়ার্কের আওতায় আসবে এবং অচিরেই তা অন্যান্য বড় শহরেও প্রসারিত হবে।朝鲜最近传出大消息,将由埃及电讯大厂Orascom推出3G行动电话网,首都平壤将率先实施,其它各大城市则陆续跟进,据传该公司斥资四亿美元取得执照与布置基础设施,许多分析家都质疑,朝鲜此刻经济如此窘迫,这笔投资究竟能否带来经济效益,itp.net博客的Mark Sutton认为,Orascom或许是以超长期投资来看待此事:
3ওরাসকম অবকাঠামো ও লাইসেন্স ফির জন্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে বলে খবর পাওয়া গেছে।
4উত্তর কোরিয়ায় এরকম বৃহৎ বাণিজ্য উদ্যোগ নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছে যেখানে সেদেশের অর্থনীতি নাজুক অবস্থায় আছে।
5আইটিপি নেট ব্লগে মার্ক সাটন মনে করছেন যে ওরাসকমের হয়ত এই প্রকল্প নিয়ে সুদুরপ্রসারী ভাবনা রয়েছে।
6অবশ্যই, ওরাসকম হয়ত দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ হিসেবেই একে বিবেচনা করছে এবং আশা করছে উত্তর কোরিয়া আস্তে আস্তে উন্মুক্ত হবে। দেশটির একনায়কতান্ত্রিক নেতা কিম জং ইল এর ভগ্নস্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে।当然Orascom有可能把这个案子当做超长期投资,静候朝鲜逐渐走向开放,外界对独裁领袖金正日的健康状况有诸多揣测,该公司在朝鲜也还有其它投资,包括持有水泥厂五成股份,以及续建平壤柳京旅馆(这是平壤唯一大型旅馆兴建案,但花费20年仍未完工)。
7ওরাসকম গ্রুপের আরও অনেক বিনিয়োগ রয়েছে এ দেশে যেমন তাদের একটি সিমেন্ট ফ্যাক্টরীতে ৫০% বিনিয়োগ রয়েছে এবং রিউগইয়ং হোটেলের পুন:নির্মাণ কাজ তারা করছে।
8এটি রাজধানীর একমাত্র বিলাসবহুল ও নামকরা হোটেল, যা গত ত্রিশ বছর ধরে নির্মানরত অবস্থায় ছিল।
9এরাসকম গ্রুপ সম্পর্কে তথ্য উইকিপিডিয়ায় পাবেন।Orascom集团的维基百科条目请见此。
10রিস্কওয়াচডগ নেতাদের সতর্ক করে দিয়েছেন এবং স্মরণ করিয়েছেন যে এর আগে আরেকটি মোবাইল ফোন নেটওয়ার্কের পরিণতি কি হয়েছিল:
11তবে উৎফুল্ল হবার কিছুই নেই।Riskwatchdog提醒读者朝鲜行动通讯网初期发展情况:
12আমার মতে এই মোবাইল ফোনের নেটওয়ার্ক প্রসারে বাধা পাবার বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে।
13প্রথমত: এই দশকে এই নিয়ে দ্বিতীয় বার উত্তর কোরিয়া একটি মোবাইল নেটওয়ার্ক নির্মাণে হাত দিল।
14একটি রুগ্ন নেটওয়ার্ক চালু হয়েছিল ২০০২ সালে কিন্তু দু বছর পরে এটি বন্ধ করে দেয়া হয়। কারন সরকারী কর্তৃপক্ষরা অনুমাণ করেছিলেন যে উত্তরের শহর রিয়োংচেন রেলওয়েতে যে বিশাল বিস্ফোরণ হয়েছিল সেটা মোবাইল ফোনের মাধ্যমে করা হয়েছিল।但也别太过兴奋,我觉得朝鲜行动通讯网发展必然会受几项因素阻碍,这已是过去十年以来,朝鲜第二度发展行动通讯网,2002年便有第一次经验,但两年后就告终止,显然是因为政府怀疑,有人利用手机策动北部龙川市大型铁路爆炸案,有些人推测这是为暗杀「亲爱的领袖」金正日而来,因为爆炸前几个小时,他所乘坐的火车才经过事发地点。
15এই বিস্ফোরনকে ব্যাখ্যা করা হয় “প্রিয় নেতা” কিম জং ইলকে মারার একটি চাল হিসেবে, যার ব্যক্তিগত ট্রেনটি ঐ স্থান দিয়ে কয়েক ঘন্টা আগে গিয়েছিল।
16রিয়েংচন ট্রেন দুর্ঘটনা সম্পর্কে তথ্য পাবেন এখানে।龙川火车爆炸案的维基百科条目请见此。
17রিস্কওয়াচডগ তিনটি কারন ব্যাখ্যা করেছেন যে কেন পিওংইয়ং মোবাইল ফোন সম্পর্কে ভীত।
18তাদের একটি হচ্ছে: তারা জনসাধারণের একে অপরের সাথে অবাধে যোগাযোগ ঘটিয়ে দেবে (এটাই মূল ব্যাপার!)।riskwatchdog在该文也提到,朝鲜政府畏惧手机的三项理由,其中之一是:
19এটি হয়ত সরকার বিরোধী কার্যক্রম আয়োজনে সহায়তা করবে - যেমন প্রতিবাদ অথবা স্যাবোটাজ। উদাহরণস্বরুপ, ফিলিপাইনের রাষ্ট্রপতি যোসেফ এস্ট্রাডাকে উৎখাত করার জন্যে যে জনপ্রিয় বিপ্লবটি হয়েছিল তাকে “টেক্সট মেসেজ” বিপ্লব ও বলা হয়।手机能让人民更便利地互相沟通(这才是重点!),增加民众策划反政府活动的能力,例如抗争或破坏行动等,例如2001年菲律宾人民起义推翻总统艾斯特拉达(Joseph Estrada),外界便称之为「简讯革命」,因为民众均是依据简讯宣布的时间与地点行动;手机也会让组织犯罪更加猖獗,黑市贩子也会透过手机联系躲避警察。
20কারন মোবাইলের টেক্সট মেসেজের মাধ্যমে বিক্ষোভের আয়োজন ও পরিচালনা হয়েছিল। মোবাইল ফোন সাংগঠনিক অপরাধের প্রসারেও সহায়তা করে এবং কালোবাজারীরা একে অপরের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে পুলিশের হাত থেকে বাঁচতে পারে।朝鲜手机未来也可能只开放给菁英、军方、外国使节与企业人士使用,纵然开放给一般大众,多数朝鲜民众仍无力购买与支付费用,不过无论如何,建立通讯网总是个正面迹象。
21এমন হতে পারে যে উত্তর কোরিয়াতে মোবাইল ফোন শুধুমাত্র উচ্চশ্রেণীর জনসাধারণ, ব্যবসায়ী, সেনাবাহিনী এবং বিদেশী কুটনীতিকদের কাছেই শুধুমাত্র সহজলভ্য হবে।
22যদি নেটওয়ার্ক কোন বাধা ছাড়া উন্মুক্ত হয়ও অনেক উত্তর কোরিয়াবাসীই হ্যান্ডসেট কেনার অর্থনৈতিক সামর্থ নেই।
23তবুও যোগাযোগের এই নতুন নেটওয়ার্ক অবশ্যই অগ্রগতিরই একটি চিহ্ন।校对:Soup