Sentence alignment for gv-ben-20130205-35176.xml (html) - gv-zhs-20130218-12231.xml (html)

#benzhs
1বাংলাদেশ: পর্যটকরা সুন্দরবনের পরিবেশ নষ্ট করছে! শীতকাল বাংলাদেশে ভ্রমণের সবচেয়ে ভালো সময়।孟加拉:观光业毁全球最大红树林
2তাই বেশিরভাগ পর্যটকই ভ্রমণের জন্য এই সময়কেই বেছে নেন। ভ্রমণের তালিকায় তাদের প্রথম পছন্দের দিকে থাকে সুন্দরবন।因为游客制造的噪音与垃圾日增,不断伤害全球规模最大的红树林区域,范围从孟加拉一路延伸至印度东部,当地不仅是孟加拉虎栖地,亦拥有诸多野生动物,包括花鹿、鸟类、鳄鱼及多种蛇类。
3বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাস সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত।
4রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ-সহ অসংখ্য প্রাণির আবাস সুন্দরবন।
5কিন্তু পর্যটকদের উৎপাতে বিপন্ন দশা এই সুন্দরবনের। সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের দেখে বনের প্রাণীরা যেমন বিরক্ত হচ্ছে, তেমনি পরিবেশও নষ্ট হচ্ছে।由于近来冬季气候温和,势必吸引大批游客前往Sundarbans森林,在此任意野餐及观光,不仅摧毁环境,亦打扰动物栖息,这座森林已名列联合国教科文组织世界遗产,每年将近十万人次国内外游客涌向当地,且每年都增加20%至30%。
6বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম এবং অনলাইনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।
7একদল পর্যটক সুন্দরবনে ঢুকছেন।此事在国内媒体及博客圈成为话题。
8ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।在Sundarbans森林健行的游客,照片由Mohammad Mustafizur Rahman拍摄,经许可后使用
9সুন্দরবনে প্রতিবছর প্রায় এক লাখ পর্যটক বেড়াতে আসেন। পর্যটকদের সংখ্যা প্রতিবছর ২০ থেকে ৩০ শতাংশ করে বাড়ছে।《The Daily Prothom Alo》报纸记者Iftekher Mahmud记录个人经验:
10আর এদের বেশিরভাগই বনের পরিবেশের তোয়াক্কা না করেই ‘পিকনিক' আনন্দে মেতে ওঠেন। প্রথম আলোর সাংবাদিক ইফতেখার মাহমুদ সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন:早上十点,大批游客搭乘蒸汽船及其他小船涌入,蒸汽船一路驶向森林深处,播放的音乐震耳欲聋;船上游客随意将洋芋片空袋及保特瓶扔入河中,严重伤害环境。
11বেলা গড়িয়ে সকাল ১০টা বাজতেই লঞ্চ আর ছোট জালি নৌকায় পর্যটকদের আনাগোনা বেড়ে গেল।
12মাইকে বিকট শব্দে হিন্দি গান বাজতে বাজতে একটার পর একটা লঞ্চ বনের ভেতরে হানা দিতে লাগল।
13পর্যটকদের লঞ্চ চলে যাওয়ার সময় সুন্দরবনের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক চিপসের প্যাকেট ও পলিথিন নদীতে ভাসতে দেখা গেল।
14তারেক অণু সুন্দরবনে ঘুরতে গিয়ে সেখান থেকে তার ফেসবুকে পোস্ট করেন:赏鸟民众Tareq Onu在Facebook页面上也提到个人造访经验:
15কিছু অসভ্য মানুষ দেখলাম যারা বনের ভিতরে, নদীর জলে প্লাস্টিকের ব্যাগ, বোতল নির্বিকারে নিক্ষেপ করে এবং তারস্বরে মাইক বাজিয়ে গান শোনে।
16এরা কেন আসে সুন্দরবনে!看到有些野蛮人任意将塑胶瓶与袋子丢进河里,又在森林里播放大声且恼人的音乐,这些人究竟为何前来Sundarbans森林?
17সুন্দরবন ভ্রমণ করতে আসা এইসব পর্যটকদের অশিক্ষিত বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী: আমরা এখনো অশিক্ষিত পর্যটক, আমার এখনো জানিনা কোন এলাকাতে কি ভাবে ভ্রমণ করতে হয়।Mohammed Arifur Rahman Chowdhury在《The Daily Prothom Alo》报纸网站上留言,认为这些观光客很无知:
18বনের সোন্দর্য বিকট শব্দে গান বাজিয়ে হই হুল্লোড় করে উপভোগ করা যায় না। সুন্দরবনে অনেকগুলো নদী রয়েছে।观光客极为无知,我们仍不明白何谓旅游礼节,也不知道如何不打扰自然,若是大声播放音乐,就不可能享受森林里的平静。
19এই নদীপথে ২০১১ সালে জাহাজ ও কার্গো চলত ২৫টি। ২০১২ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৩০-এ।穿梭于Sundarbans森林里的船只数量也不断增加,当地在2011年只有25艘客货船,隔年却暴增至130艘以上,每天都大声使用水力发电汽笛,并排放肮脏废气与油污,进一步摧毁环境。
20এই জাহাজগুলোও প্রতিদিন হর্ন বাজিয়ে, দূষিত ধোঁয়া উড়িয়ে ও বর্জ্য তেল ফেলে বনের পরিবেশ নষ্ট করছে।
21জেলেদের মাছ ধরার জাল। ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।浮在河上的渔网,照片由Mohammad Mustafizur Rahman拍摄,经许可后使用
22অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। আবার মাছ ও পোনা ধরতে গিয়ে জেলেরাও বনের অনেক ক্ষতি করছেন।渔民在捕捞过程中,也摧毁了森林,Shopnobalok Ami在somewhereinblog博客写道:
23সামহোয়ারইনব্লগে স্বপ্নবালক আমি লিখেছেন:渔民捕鱼蟹及蜗牛时,有时也会砍伐树木,与当天渔获一同绑在船边。
24মাছ বা কাঁকড়া ধরতে কিংবা শামুক-ঝিনুকের খোঁজেও যারা যান তারা যে স্রেফ মাছ-কাঁকড়া-ঝিনুক নিয়ে ফেরেন তা নয়।
25পথে গাছ কেটে নৌকায় তুলে কিংবা নৌকার সঙ্গে বেধে ভাসিয়ে নিয়ে আসেন। আশার কথা, পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে সুন্দরবন ভ্রমণের খসড়া নীতিমালা তৈরি হয়েছে।所幸希望仍在,为推广生态旅游、遏止污染行径,政府已草拟法案,禁止观光客携带任何可能危害环境的物品进入Sundarbans森林,包括麦克风、扩音器、化学产品、塑胶制品等,也禁止将食物丢入河中,船上也必须设置适当的垃圾桶与设备。
26সেখানে বলা হয়েছে, জীববৈচিত্র্য বা প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো শব্দযন্ত্র যেমন-মাইক, মাইক্রোফোন, রাসায়নিক দ্রব্য, পটকা, বাজি ইত্যাদি পর্যটকবাহী জলযানে রাখা যাবে না।
27পর্যটকদের ব্যবহৃত যেকোনো পরিবেশ দূষণকারী দ্রব্য যেমন-পলিথিন, প্লাস্টিক, কৌটা ইত্যাদি বা খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলা যাবে না।
28এ জন্য জলযানেই বর্জ্য রাখার ব্যবস্থা থাকতে হবে।