Sentence alignment for gv-ben-20130221-35469.xml (html) - gv-zhs-20130505-12421.xml (html)

#benzhs
1নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশ孟加拉发声终结对女性的暴力行为
2গত ১৪ ফেব্রুয়ারি উদ্যমে উত্তরণে শতকোটি ক্যাম্পেইনের অংশ হয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সারাবিশ্বের সাথে পথে নেমেছিল বাংলাদেশের হাজারো নারী-পুরুষ।
3তারা নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন। বিশ্বের প্রায় ২০৩টি দেশে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।上周全国有上千名孟加拉人上街游行,呐喊着“够了、够了”,要求终结对女性的暴力行为。
4উল্লেখ্য, বাংলাদেশে এই ক্যাম্পেইন শুরু হয়েছিল ২০১২ সালের ১৩ সেপ্টেম্বরে। এই প্রতিবাদ কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে নারী-পুরুষেরা তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা ফেলে ৬৪টি জেলাসহ ঢাকার ৪২টি স্থানে মানববন্ধনে অংশ নিয়েছিলেন।这次游行是“亿触即发”(One Billion Rising)活动的一部份。
5রাস্তায় দাঁড়িয়ে তারা নারী নির্যাতনের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন।全世界有203个国家于2013年2月14日组织反暴力示威活动,孟加拉为其中之一。
6স্লোগানের মধ্যে ছিল- ‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না'; ‘বন্ধনে শৃঙ্খলে আটকে রাখা আর না'।孟加拉全部64个县,超过1万3000人“站”出来抗争。
7উদ্যেমে উত্তরণে শতকোটি (ওয়ান বিলিয়ন রাইজিং) ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সারাবিশ্ব থেকে এক বিলিয়ন নারী-পুরুষকে এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল করা।对于南亚的国家人民而言,“亿触即发”活动有很大的作用。
8আর ক্যাম্পেইনের নাম হিসেবে ওয়ান বিলিয়ন রাইজিং রাখা হয়েছে, কারণ জাতিসংঘের তথ্য মতে, সারাবিশ্বের এক বিলিয়ন নারী তাদের জীবত্কালে যৌন ও শারীরিক নিগৃহের শিকার হন। এখানে ওইদিনের কিছু ছবি দেয়া হলো।当地警方指出,2011年至2012年间,据报有17万4691名孟加拉女性为暴力受害者,他们所受到的暴力包括硫酸攻击、诱拐绑架、强奸、谋杀、毒品交易与谋取嫁妆。
9ছবিগুলো নেয়া হয়েছে উদ্যেমে উত্তরণে শতকোটি বাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং)- এর ফেসবুজ পেজ থেকে। সংসদ সদস্যদের কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ।根据“联合国人类发展报告”,孟加拉是该地区发生最多强奸事件的国家,这表示大约1000个人里面就有一位女性遭强奸。
10অ্যাকশন এইড বাংলাদেশ গান গেয়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায়। এদিন গার্মেন্টসের কর্মীরাও রাস্তায় নেমেছিলেন।“亿触即发”是“V-Day”运动中最大型的全球行动,其命名源自联合国的统计,全球至少有10亿女性一生中曾遭遇过性或生理上的暴力。
11ঢাকার বাইরে সিরাজগঞ্জেও কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর সাথে সংহতি জানায় বাংলাদেশস্থ জাতিসংঘ অফিস।以下是来自“亿触即发”的脸书页面,此次活动的照片。
12শিল্পকলা একাডেমির কাছে জাগ্রত জনতা। শিল্পকলা একাডেমিতে সাধনা অনুপ্রেরণামূলক নাচ বিদ্রোহী পরিবেশন করে।国会议员声援“亿触即发”活动
13প্রতিবাদ কর্মসূচীতে মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতনের শিকার নারীদের স্মরণে এবং সাম্প্রতিক সময়ে চলা শাহবাগ আন্দোলনে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। আরও ছবি আর গল্প পাওয়া যাবে ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ ফেসবুক পাতায় এবং তাদের ব্লগে।“行动援助孟加拉”(Action Aid Bangladesh)透过歌曲,反对对女性施暴的行为
14নীচে কিছু টুইট বার্তা: @ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): সাতমসজিদ রোড আর ৩১টি স্থানে নারীপক্ষের আয়োজনে ওবিআর কার্যক্রম।达卡市(Dhaka)玫瑰园地区(Gulshan)的制衣厂工人声援反对对女性施暴的行为
15মোট অংশ নিয়েছে ১৩,০৮৫ জন।小城镇Sirajgonj的人们也都站出来
16ঢাকায় ১৯২৫, সারা বাংলাদেশে ১১,১৬০।联合国声援本次活动
17@ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): বাংলাদেশ জুড়ে আজ বেলা একটায় জেগেছে ৩৮০র ও বেশী সংগঠন এবং ১০ লক্ষেরও বেশী মানুষ, নারীর প্রতি সহিংসতা রোধে!
18#ওবিআর বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষের দেশ।达卡市Shilpakala学校的人也都站出来支持
19দেশটিতে নারী-পুরুষের অনুপাত ১০০:১০৬। ঘরে-বাইরে নারীরা প্রায়ই নানা ধরনের হয়রানি, সহিংসতার শিকার হন।Shadhona在Shilpakala学校,表演了一场激励人心的Bidrohi舞蹈
20জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ধর্ষণের হার এখানে প্রতি হাজারে ১ জন নারী ধর্ষণের শিকার হন।
21অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০১ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ১৭৪,৬৯১ জন নারী সহিংসতার শিকার হয়েছেন।“亿触即发”在Shahbag世代广场进行抗议时,点燃蜡烛纪念于1971孟加拉独立战争中,饱受暴力的女性
22এরমধ্যে এসিড নিক্ষেপ, ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা, পাচার, যৌতুকের জন্যে মারধর রয়েছে।“亿触即发”的脸书或博客上,有更多的相关照片和故事。