# | ben | zhs |
---|
1 | ইন্দোনেশিয়ায় বোমা হামলায় নয়জন নিহত ইন্দোনেশিয়াতে আবার আর একটা সন্ত্রাসী হামলা হয়েছে। | 印度尼西亚:爆炸案九人罹难 |
2 | জুলাই ১৭, ২০০৯ শুক্রবার ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় দুটো বোমা আঘাত হানে। | |
3 | সাক্ষীরা বলেছেন যে প্রথম বিষ্ফোরণটি ঘটে সকাল ৭. ৪০ এর সময় জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে, আর দুই মিনিট পরে আর একটা বিষ্ফোরণ প্রথম বিষ্ফোরণের ৫০০ মিটার দূরে অবস্থিত রিটজ কার্লটন হোটেলের একটা রেস্টুরেন্টে হয়, যেখানে সকালের নাস্তার জন্য লোকে ভরা ছিল। | 印度尼西亚再度发生恐怖攻击事件,首都雅加达(Jakarta)地区传出两起爆炸案,目击者指出,第一起爆炸声于早上7时40分从万豪酒店(JW Marriott)传来,两分钟后,丽兹卡登酒店(Ritz Carlton)一间餐厅出现第二起爆炸,两地相距约500公尺,当时饭店里满是出席早餐会的顾客,两间酒店向来皆有众多外籍人士入住。 |
4 | দুটো বিলাসবহুল হোটেলেই পশ্চিমা অতিথিরা আসেন। | 本地消息指出,爆炸共造成9人丧生,以及许多印度尼西亚籍旅馆员工受伤。 |
5 | স্থানীয় সুত্র বলেছে যে এই বিষ্ফোরণের ফলে নয়জন নিহত হয়েছে আর অনেক ইন্দোনেশিয়ান আহত হয় যারা এই দুই হোটেলে কাজ করেন। অনেক জাকার্তাবাসীর মনে এখনো স্মৃতি জাগ্রত আছে যে কিভাবে ২০০৩ সালে একজন আত্মঘাতি হামলাকারী জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলের সামনে শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটিয়েছিল যার ফলে ১৪ জন নিহত আর ১৫৬ জন আহত হয়েছিল। | 雅加达诸多居民对恐怖攻击记忆犹新,2003年一位自杀炸弹客在万豪酒店引爆威力强大的炸弹,造成14死、156人伤,当时外界指控自杀炸弹客与恐怖团体「伊斯兰祈祷团」(Jemaah Islamiyah)有关,该组织为盖达组织(Al Qaeda)在东南亚的分支。 |
6 | সেই আত্মঘাতি হামলাকারীর সাথে জেমাহ ইসলামিয়ার সম্পর্ক থাকার কথা শোনা গিয়েছিল যারা আল কায়দার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শাখা। | |
7 | টুইটার ব্যবহারকারী আন্দ্রে সিরেগার রিটজ এ ছিলেন যখন বিষ্ফোরণ ঘটে, তিনি বলেছেন: | Twitter用户Andre Siregar案发当时下榻丽兹卡登酒店,他表示: |
8 | রিটজ মেগা কুনিঙ্গান। ১১ তলায় আছি। | 他也张贴从房内向外拍摄的照片,以及案发后不久的照片。 |
9 | মনে হল বিল্ডিংটি দুইবার নড়ে উঠল। রিটজের তার কামরা থেকে তোলা একটা ছবি তিনি পোস্ট করেছেন, এবং আর একটা ছবিও যা বিষ্ফোরণের কিছু পরেই তোলা। | 近日才连任成功的总统尤多约诺(Susilo Bambang Yudhoyono)表示,犯案者是希望看到总统选举后发生混乱,副总统卡拉(Jusuf Kalla)则责怪警方及情报单位态度懈怠,先前支持总统选举安全过度,以至于忽视其他安全事项。 |
10 | সম্প্রতি পুনর্নিবাচিত প্রেসিডেন্ট সুসিলো বাম্ব্যাং ইয়োধোইয়োনো বলেছেন যে এই বিষ্ফোরণ তারাই ঘটিয়েছে যারা প্রেসিডেন্ট নির্বাচনত্তর বিশৃঙ্খলা দেখতে চায়, আর উপ প্রেসিডেন্ট জুসুফ কাল্লা পুলিশ আর ইন্দোনেশিয়ার গোয়েন্দা বাহিনী (বিন)কে দোষ দিয়েছেন ঢিলাঢালা ভাবে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশী ব্যস্ত থাকার কারনে অন্য জায়গায় নিরাপত্তা না দিতে পারায়। | |
11 | স্থানীয় সংবাদের পোর্টাল দেতিক. কমের উদ্ধৃতি দিয়ে জুসুফ কাল্লা, যিনি তার নামের অধ্যাক্ষর জেকে তে বেশী পরিচিত, বলেছেন যে কাজে পরিণত করার আগে বোমা মারার জন্যে অনেক প্রস্তুতি লাগে যা অনেক মাস ধরে চলে, এক সপ্তাহের মধ্যে তা হতে পারে না। | 当地新闻入口网站detik.com引述[印度尼西亚文],卡拉指出在爆炸案发生之前,势必得筹划数月之久,不可能在一周内动手。 |
12 | বিন এর প্রধান সায়ামসির সিরিগার, যিনি এখন তোপের মুখে আছেন, তিনি এজেন্সির গাফালতির কথা স্বীকার করেছেন আর কম্পাসকে বলেছেন যে তারা কোন ইঙ্গিত পাননি যেখানে বলা হয়েছে যে জাকার্তায় বোমা বিষ্ফোরণ হবে। | 印度尼西亚情报首长Syamsir Siregar最近因承认疏忽而成为舆论焦点,他向Kompas[印度尼西亚文]网站表示,情报单位并未获得任何消息,指称爆炸案将于首都雅加达发生,他亦强调,此种国家安全漏洞可能发生于世界任何地方,强权国家亦不例外。 |
13 | তিনি আরো যোগ দিয়েছেন যে এই ধরনের জাতীয় নিরাপত্তার ঘাটতি পৃথিবীর যে কোন দেশে হতে পারে এমন কি সুপার পাওয়ারদের ক্ষেত্রেও। | 目前众多警力与反恐单位Densus 88已派驻现场,雅加达亦发布最高安全警讯,代表警方仍在追捕罪犯,并搜寻爆炸威胁是否仍然存在。 |
14 | এই মুহূর্তে, শত শত পুলিশ আর সন্ত্রাস বিরোধী ইউনিট দেন্সুস ৮৮ কে জায়গাটাকে নিরাপদে রাখার জন্য নিয়োজিত করা হয়েছে আর জার্কাতা বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা পরিস্থিতি সাইগা-১ এর অধীনে, যার মানে পুলিশ এখনো অপরাধীদেরকে খুঁজছে আর খুঁজছে যে আরও বোমা হামলা আসন্ন কি না। | |
15 | আমেরিকা আর অস্ট্রেলিয়ার সরকার সন্ত্রাসবাদের এই ঘটনার নিন্দা জানিয়েছেন আর ইন্দোনেশিয়ার সরকারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। | 美国与澳洲政府已发言谴责恐怖行为,并承诺协助印度尼西亚政府。 |