# | ben | zhs |
---|
1 | হাঙ্গেরী: ইমরে কের্তেজের সাথে সাক্ষাৎকারের উপরে মন্তব্য | 匈牙利:德国世界报专访诺贝尔文学奖得主因惹. |
2 | জার্মান সংবাদপত্র ডি ভেল্ট নভেম্বরের প্রথম সপ্তাহে একটি সাক্ষাৎকার (জার্মান ভাষায়) ছেপেছে নোবেল পুরস্কার পাওয়া হাঙ্গেরীর লেখক ইমরে কের্তেজের, যিনি এখন বার্লিনে বাস করছেন। | |
3 | কের্তেজ তার ৮০তম জন্মদিন পালন করলেন একই দিনে যেদিন জার্মানী বার্লিন দেয়াল পড়ার ২০তম বার্ষিকী পালন করল। | 卡尔特斯遭批 |
4 | সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন বুদাপেস্ট আর বার্লিন সম্পর্কে তার মনোভাব জানাতে। | 德国世界报(Die Welt)于这个星期刊登了一篇访问诺贝尔文学奖得主匈牙利作家因惹. |
5 | বুদাপেস্টের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হাঙ্গেরীর এই লেখক উত্তর দিয়েছেন: আমি শহুরে মানুষ, ছিলাম আর সব সময়ে থাকব। | 卡尔特斯(Imre Kertész)的专题报导[德语],这位匈牙利作家现在居住在德国柏林,并在柏林围墙倒塌20周年纪念日的同一天欢庆他80岁的生日。 |
6 | শহুরে মানুষরা বুদাপেস্টে থাকে না কারণ এই শহর পুরোপুরি বল্কানাইজ (বিচ্ছিন্ন) করা হয়েছে। শহুরে মানুষ বার্লিনে থাকে! | 记者于报导中询问作家对于布达佩斯(Budapest)和柏林这两座城市的态度,而卡尔特斯对布达佩斯匈牙利政府当局目前的政治情势感到恼怒,他回答: |
7 | তার কথা বেশ কিছু হাঙ্গেরীয় ব্লগারকে বিচলিত করেছে, আর এই সাক্ষাৎকারের হাঙ্গেরীয় ভাষান্তর প্রকাশিত হওয়ার পরে বেশ জমাট আলোচনা শুরু হয়। | 我是一个标准的都市人,而且一直以来都是。 |
8 | কন্জার্ভেটিভ কল্টক বারাতি কোর ব্লগের মি. | 然而一个都市人是不属于布达佩斯的,因为布达佩斯是一个已经完全被敌对分化的地方。 |
9 | ফালাফেল তার প্রতিক্রিয়া জানিয়েছেন: | 一个都市人的归属地在柏林! |
10 | ডি ভেল্টে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে প্রতিটি সম্মানিত হাঙ্গেরীবাসী তা ব্যাপারে কি ভাবেন, যে তিনি দেশ বিহীন একটা বদমাশ যার হাঙ্গেরীবাসীর সাথে কিছুই সম্পর্ক নেই। | 他的这番言论激怒了匈牙利的许多部落客,并在这篇专访的匈牙利文翻译版刊出后展开激烈的讨论,匈牙利保守诗人之友联盟网站上(Konzervatív Költők Baráti Köre) 一名叫Mr Falafel 的部落客回应: |
11 | সাক্ষাৎকারের বিষয়ে, বেশ কয়েকটা সংবাদ সূত্রের অনুবাদ ভিন্ন দেখা গেছে কিছু বিষয়ে যেমন, কের্তেজের কথা অনুসারে, আরব- বিরোধীরা ১০ বছর ধরে শাসন করছেন, বা তারা কেবলমাত্র মতামতের নেতা হয়েছেন। | 卡尔特斯在他于德国世界报所做的专访中,明示出自己就如许多匈牙利受尊敬的人士对他的看法一般:是个没有家国观念的流亡恶棍,对匈牙利人民毫无贡献! |
12 | আমি জার্মান বলি না, তাই আমি সিদ্ধান্ত নিতে পারবো না যে কোন অনুবাদকে বিশ্বাস করা উচিত। আসলে সব একই - দুটি ভাষ্যেই মূঢ়তা রয়েছে। | 就这篇专访报导而论,一些新资讯的翻译就其中一点出现了意义上的落差,根据卡尔特斯的说法,反犹太人人士(anti-Semites1)已经在匈牙利政府掌权了将近十年之久,也就是说这些人已经成为政策决策上唯一的意见领袖。 |
13 | তিনি হাঙ্গেরীতে বাস করেন না, আর তিনি আগ্রহীও না দেখার জন্য যে এখানে কি হচ্ছে। | 我不懂德语,所以我不知道该选择相信哪一个版本的说法,但我相信不论是哪一个版本,只有愚蠢至极这个共通点! |
14 | এই প্রতিবেদন পড়ার পরে লর্ডার্ট ও হতাশ হয়েছেন। | 他本人现在根本不住在匈牙利,而且对于发生在这里的大小事一点兴趣都没有! |
15 | তিনি তার পোস্টে লিখেছেন: | 同样在读了翻译专访后感到失望的Lordart也写了一篇贴文: |
16 | এখন পর্যন্ত আমি কিছুটা গর্বিত ছিলাম যে হাঙ্গেরীয় বংশদ্ভূত একজন নোবেল বিজয়ী আছেন, যার কাজের মূল্য- বিশ্বব্যাপী স্বীকৃত। | 一直到现在我还是会为匈牙利出了一名诺贝尔文学奖作家而感到些许骄傲,并认同他的作品及其作品中所蕴含的价值,而这些也都已然得到全世界的认可! |
17 | এর পরে আমি এখনো জনাব কের্তেজের কাজের যে মূল্য সেটা স্বীকার করবো, কিন্তু আমি তার মনোভাবের সম্মান করবো, যেটা অনুসারে তার ব্যক্তিত্ব হাঙ্গেরী, বুদাপেস্টের সাথে সংযুক্ত করা যাবে না। | 即使在读了这篇专访后,我还是会认可那些被认为是卡尔特斯先生作品当中所拥有的价值,同时我也将会尊重他个人不想和匈牙利及布达佩斯画上联系的这份意图。 |
18 | কিছু ব্লগার হাঙ্গেরীর মিডিয়া প্রকাশিত অনুবাদের তিরস্কার করেছেন কারণ কিছু বিষয় মনে হচ্ছিল বাড়িয়ে বলা হয়েছে। | 一些部落客对访问的翻译版本持责难态度,认为当中有些观点被过于夸大扭曲,匈牙利网站Hángörienidiocc的一名部落客Vérszegény éjszakai dúvad 将访问的原始版本全部重新翻译成匈牙利文,并对那篇极具争议性的翻译做出了如下评论: |
19 | হারগোরিনিদিয়োক ব্লগের ভারসেগেনি এসজাকাই দুভাদ পুরো সাক্ষাৎকারটি পুনরায় অনুবাদ করেছেন আর প্রেসের বিতর্কিত ভাষান্তর সম্পর্কে তার মন্তব্য দিয়েছেন: | 很单纯并仅仅只是因为整个匈牙利媒体懒得再去检视原来那篇糟糕透顶的翻译,每个新闻报导都是采取逐字对应翻译的方法,或许匈牙利这个国家根本没有任何一个人懂德语! |
20 | একেবারে সহজ আর পরিপূর্ণভাবে পুরো হাঙ্গেরীর প্রেস একটা অনুবাদ পুনরায় না দেখবার মতো অলস ছিল, প্রত্যেকটি সংবাদ রিপোর্টেই শব্দ ভিত্তিক অনুবাদ হয়েছে (এই দেশে হয়তো কেউ সঠিক জার্মান বলে না)। শুনতে অবশ্য খুব ভাল লাগছে: ”আমাকে হাঙ্গেরীর সাথে সংযুক্ত করবেন না।“ | 不要将我和匈牙利做连结(Don't attach me to Hungary)这句话总而言之听起来没任何问题,当然,一个人可能会被这句话惊吓到,但问题的重点却在于一个时常被忘记提及的是,这句话指的并不是作家本人的匈牙利身份,而是指文学上的根源。 |
21 | অবশ্য এতে কেউ বিস্মিত হতে পারেন, কিন্তু সমস্যা হল, যেটা সব সময় বলতে ভুলে যাওয়া হয়, যে এটা গোঁড়ার কথা না, বরং সাহিত্যিক শিকড় নিয়ে। না হলে, এটাকে বোঝা যায় না যে কের্তেজ বুদাপেস্ট বা বার্লিন নিয়ে কি ভাবছেন, কারণ এটা তেমন হবে যে আমি একজনকে বেছে নিলাম সে শিমের সাথে গুলাশ পছন্দ করে না বলে, এটা কেমন করে হয়, যদি আমার জন্য এটা প্রিয় খাবার হয়। | 同样地,关于卡尔特斯对布达佩斯或是柏林的看法,我们也没什么好责备他的地方,因为这几乎就像是一个人因为另一个人不喜欢豆子菜炖牛肉(goulash with beans)而去责怪对方,而原因只是因为豆子菜炖牛肉(goulash with beans)是他最喜欢的一道菜! |
22 | মনে হচ্ছে কের্তেজ যা কিছু করেছেন, তার প্রায়শ্চিত্ত তিনি করতে পারেন নি, কারণ তার সাক্ষাৎকারের সার সংক্ষেপের ধরন দেখে মনে হচ্ছে খারাপ অনুবাদের পরিবর্তে এটা ইচ্ছাকৃত তির্যক পরিবেশনা হয়েছে। | 似乎假设从现在开始,无论卡尔特斯本人做了什么,都无法补偿自身言论的过错,因为概括他的这篇专访,以这种方式看来就像是刻意的言论扭曲而不是单纯的误译而已。 |