Sentence alignment for gv-ben-20110318-16260.xml (html) - gv-zhs-20110313-8008.xml (html)

#benzhs
1জাপান: আমার বাসভূমি ওনাগাওয়া, যাকে আমি এক সময় জানতাম日本:山河变色的女川町
2এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১-এর উপর করা আমাদেরবিশেষ কাভারেজের অংশ।
3টুইটার ব্যবহারকারী @কোম্বু_এস তার নিজের শহর ওনাগাওয়া ত্যাগ করে সেনডাই-এ চলে যান।
4ওনাগাওয়া, মিয়াগি জেলার একটি শহর। এখানে ভদ্রমহিলার প্রোফাইল প্রদান করা হল:Twitter用户@kombu_s从家乡宫城县女川町撤离至仙台。
5সম্প্রতি আমি মিয়াগি এলাকার, ওনাগাওয়ায় যা দেখেছি সেই বিষয়ে টুইট করছি।
6দয়া করে আমার টুইটারের সময়সূচি দেখুন।这是她的简介:
7আমি বুঝতে পারছি যে সকলেই উদ্বিগ্ন, কিন্তু আমি কেবল যা দেখেছি, কেবল তার কথা জানি, সেই এলাকার কোন তথ্য আমার কাছে জানা নেই যেখানে আমি ছিলাম না, অথবা কোন ব্যক্তির অবস্থা কি তা আমার জানা নেই।
8আমি এক নাম্বার শিশু পরিচর্যা কেন্দ্র, ওয়ান ডে কেয়ার সেন্টারের দিকে গাড়ি চালিয়ে গেলাম এবং ধ্বংস স্তুপের মধ্যে দিয়ে আমার পরিবারের সদস্যদের আনতে জেনারেল জিমে গেলাম । http://twitpic.com/photos/kombu_s
9নিরাপদে সেনডাই-এ পৌঁছার পর, ১২ মার্চে ফেরার পথে যে সব ছবি সে তুলেছিল, সেগুলো সে পোস্ট করেছে। দয়া করে নোট করুন যে আমি টুইটারে প্রতি উত্তর করছি না।我现在正记录自己在宫城县女川町的见闻,请查看我的讯息记录,我明白大家都很焦虑,但我只有个人所见,至于未涉足的地区或个别人员下落,我也毫无所知。
10আমি কেবল যা দেখেছি, তার কথা জানি। আমি একজন সাধারণ ব্যক্তি যে তার পরিবারকে আনবার জন্য গিয়েছিলাম।我开车到第一托育所后,踏过瓦砾步行至综合体育馆去接家人。 http://twitpic.com/photos/kombu_s
11আমার কাছ কোন তথ্য ছিল না।平安抵达仙台后,她在3月12日张贴自己在途中拍下的照片。
12এমনকি যদি আপনি আমাকে কোন ঠিকানা বা নাম প্রদান করেন, তাহলেও আমার কাছে কোন তথ্য নেই। উক্ত ব্যক্তিটি সেনডাই থেকে এটি টুইট করেছেন।@kombu_s:请注意,我无法回覆任何讯息,我只有个人所见,我只是个前往接家人的一般民众,纵然各位提供地址或姓名,我也没有他们的下落,我目前在仙台,请参阅我的讯息记录。
13দয়া করে আমার সময়সূচি খেয়াল করুন।以下是依时序节录的部分讯息。
14#ওনাগাওয়া #সেভ_মিয়াগি_ওনাগাওয়া।她第一则与地震有关的讯息出现在3月10日:
15নীচে নির্বাচিত ধারাবাহিকভাবে প্রকাশ করা কয়েকটি টুইট রয়েছে।地震把我摇醒好多次,我好累!
16@কোম্বু_এস এর ভূমিকম্প সম্পর্কিত প্রথম টুইট ছিল ১০ মার্চ তারিখে করা:
17ভূমিকম্প রাতে আমাকে আনেক বার জাগিয়ে তোলে, কাজেই আমি এখন ক্লান্ত।
18১১ মার্চে ভদ্রমহিলা টুইট করেন:她在3月11日写道:
19যাই হোক, আমি বেঁচে আছি, যদিও শহরটি মৃত, এবং আমার কক্ষটি তছনছ হয়ে গেছে। তার পরবর্তী সবগুলো টুইট ১২ মার্চের পরে করা।@kombu_s:嗯,我还活着,但整座城镇好像死了,房间里一团乱。
20আমি এখন নিরাপদ।之后所有讯息都是在3月12日发出:
21যে বাড়ীতে এবং শহরে আমি বেড়ে উঠেছি, তার সকল কিছু পানির তোড়ে ভেসে গেছে। আমার বাসগৃহ যে এলাকায় ছিল, এটি তার ছবি।@kombu_s:我平安无事,我成长的家园及城镇已随波逐流,这张照片拍摄地点原本是住宅区。http://twitpic.com/48q6zl
22[দয়া করে আবার টুইট করুন], এটি মিয়াগি জেলার ওনাগাওয়া শহর সম্বন্ধে তথ্য। স্থানীয়রা আজ আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে।@kombu_s:请转载-这是有关宫城县女川町的讯息,当地民众今天前往灾区,人们都撤离至综合体育馆,手机通讯几乎不可能,各处都没有讯号,请别因为无法直接联系便开始担心,要相信家人都平安。
23ঘর ছেড়ে আসা সকল ব্যক্তিরা জেনারেল জিমে আশ্রয় নিয়েছে।
24মোবাইলের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করা এখন এক প্রকার অসম্ভব ব্যাপার, যেহেতু সারা শহর জুড়ে মোবাইলের নেটওয়ার্ক নেই।
25এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে লাভ নেই, কারণ আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারছেন না। কেবল বিশ্বাস করুন যে তারা ভালো আছে।@kombu_s:和家人回到仙台的住家,感谢各位,抱歉让各位操心了,这里供电正常。
26আমার পরিবারে সাথে সেনডাই-এ আমাদের ঘরে ফিরে এলাম। আপনাদের ধন্যবাদ এবং আমি দুঃখিত যে আমি আপনাদের চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম।@kombu_s:我想继续发布有关家乡女川町的消息,希望各位能尽量转载,若不想再收到这些讯息,欢迎停止追踪我,若有人与我同乡,有问题想问我,请直接寄讯息给我,我会就自己所知回答诸位。
27এখন এখানে বিদ্যুৎ রয়েছে। আমি আমার নিজের শহর ওনাগাওয়া সম্বন্ধে তথ্য প্রদান করতে চাই।@kombu_s:这是女川町的铁轨,白绿相间的列车已被冲至小学附近的墓地。
28আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, এটিকে যতটা সম্ভব পুনরায় টুইট করুন। যদি আপনি এই ধরনের তথ্য আর পেতে না চান তাহলে আমাকে অনুসরণ করা বন্ধ করুন।@kombu_s:我在中午左右抵达综合体育馆,中学校舍屋顶出现裂缝,故撤离民众必须移至综合体育馆,当时存粮及毛毯都不够,许多人都精疲力竭地倒在地上。
29যদি আপনি স্থানীয় কোন বাসিন্দা হন, যার কোন প্রশ্ন রয়েছে, তাহলে সরাসরি আমাকে মেইল করুন।
30আমি যা দেখেছে, তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দেব। এই হচ্ছে ওনাগাওয়া স্টেশনের রেললাইন।@kombu_s:中午左右,我听说有些味噌汤和羊羹,能够让两三个人为一组分着吃,这里没有毛毯,人们裹在身上的布像是窗帘,物资供给似乎不太够。
31সাদা এবং সবুজ রেলের কামরাগুলো (কার) একেবারে প্রাথমিক বিদ্যালয়ের কাছে (এলিমেন্টারি স্কুল) যে সমাধি কেন্দ্র, সেখানে ভেসে এসেছে।
32বিকেলের দিকে আমি জেনারেল জিমে এসে পৌঁছালাম।
33প্রাথমিক বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) ছাদে ফাটল ধরেছে, কাজেই যারা সেখান থেকে চলে এসেছে, তারা সকলেই জেনারেল জিমে চলে এসেছে।
34এখানে যথেষ্ট খাবার এবং কম্বল নেই। বেশির ভাগ লোক শুয়ে আছে, একেবারে ভিড়ে পরিপূর্ণ।@kombu_s:我看到熊野神社的那一刻哑口无言,眼中满是泪水,心里却哑然失笑,情况很悲惨,人们侥幸撤离后,都在担心市区外的亲友。
35দুপুরের দিকে, আমি শুনতে পেলাম যে মিসো সুপের কাপ এবং প্যাকেট জেলি প্রদান করা হচ্ছে। ২-৩ জন ব্যক্তি মিলে তা ভাগাভাগি করে নিচ্ছে।@kombu_s:那时手机都没有讯号,1seg服务也行不通,电台提供的资讯不够详尽,想到无法让外界知道自己在女川町平安,就令我心痛,我知道失联令人心焦,但请相信自己的家人。
36সেখানে কোন কম্বল নেই। লোকজন সেখানে নিজেদের মুড়ে অবস্থান করছে, দেখে মনে হচ্ছে যেন তা এক পর্দা।@kombu_s:我以为只要物资充足,就能生存下来,需要毛毯、暖气设备、粮食、饮用水、厕纸等等(厕所情况很可怕),我们还需要更多资讯!
37আমি ভাবলাম যে, সেখানে যথেষ্ট পরিমান জিনিস সরবরাহ করা হয়নি। #সেভ_মিয়াগি_ওনাগাওয়া#ওনাগাওয়া电视和手机都不能用,我真希望能有方法,用影片和照片得知外界的情形。
38কুমানো মন্দির (কুমানো শিরিন) থেকে যখন আমি প্রথম এলাকাটিকে দেখি, আমি নির্বাক হয়ে গিয়েছিলাম।
39আমার চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গিয়েছিল এবং আমার ভেতরে থেকে এক কাষ্ঠ হাসি বের হয়ে এলো। এটা ছিল ভয়ঙ্কর এক দৃশ্য।@kombu_s:这里是乡下,有许多长者,影片很重要,因为他们若视力或听力不佳,电台与报纸都帮不上忙,灾害告示板与紧急电话通报系统对老人家太过复杂,不过我们当时根本无法对外联系…
40তবে যে সমস্ত ব্যক্তিরা এই এলাকা ছেড়ে যেতে সক্ষম হয়েছিল তারা তাদের শহরের বাইরে অবস্থিত তাদের আত্মীয় এবং বন্ধুদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
41এই অবস্থায় আমাদের মোবাইল ফোনগুলো কাভারেজের বাইরে ছিল এবং ১ সেজ আমাদের এলাকায় কাজ করছিল না।
42রেডিওর মাধ্যমে পাওয়া তথ্যে তেমন বিস্তারিত ছিল না, এবং আমার হৃদয় যন্ত্রণা কতার হয়ে পড়ে এই কারণে যে আমরা কাউকে জানাতে পারছিলাম না যে ওনাগাওয়ায় আমরা নিরাপদে আছি।
43আমি জানতাম যে ব্যক্তিগত ভাবে যোগাযোগের অভাব সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে, কিন্তু দয়া করে আপনারা আপনাদের পরিবারের উপর বিশ্বাস রাখুন।
44আমি চিন্তা করলাম যে আমরা ততক্ষণ নিরাপদ যতক্ষণ টিকে থাকার প্রয়োজনীয় উপাদান সরবরাহ হতে থাকবে: যেমন কম্বল, ঘর গরম করার যন্ত্রপাতি, খাবার, পানি এবং টয়লেট পেপার (বিশ্রামাগারের অবস্থা ভয়াবহ হয়ে ছিল)।
45এছাড়াও, আমরা আরো তথ্য চাইছিলাম! টেলিভশন এবং মোবাইল ফোন ব্যবহার উপযোগী ছিল না।@kombu_s:祖母与她的朋友提到可怕遭遇,但这是乡间特有的小道消息,故我不再此转述,以免资讯有误。
46(ক্রমাগত চলছে) এটা গ্রামীণ এলাকা এবং এখানে অনেক বয়স্ক লোকের বাস।这些想像多数是出于担忧,但这种传言确实不断出现。
47এখানে ভিডিও প্রদর্শন জরুরী কারণ রেডিও বা সংবাদপত্র তাদের জন্য যথেষ্ট নয়, এর কারণ হচ্ছে তাদের অনেক চোখে কম দেখে এবং কানে কম শোনে।
48জরুরী সংবাদ তালিকা এবং জরুরী অবস্থায় ফোন করার পদ্ধতি বয়স্কদের কাছে বেশ জটিল বলে মনে হয়।
49অবশ্যই বলা যায়, সেই সময় তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না। আমি আমার দাদি এবং তার বান্ধবীদের কাছ থেকে অনেক ভয়াবহ গল্প শুনেছি।@kombu_s:从女川医院往前望,我从女川中学爬上商店街的途中,拍了这张照片,地上其实有许多死鱼。http://twitpic.com/48s41e
50এটা অনেকটা গল্পের মত যা ছড়াতে থাকে, যা একেবারে গ্রামীণ এলাকার আলাদা বৈশিষ্ট্য, আমি এই বিষয়ে টুইট করা থেকে বিরত থাকলাম, কারণ তা ঠিক হত না।
51আমি মনে করি কল্পনার একটা বড় অংশের মাঝে আতঙ্কের শেকড় গাঁথা থাকে। তবে বাস্তবতা হচ্ছে, এই ধরনের আলোচনা ঘটে থাকে।@kombu_s:我在前往体育馆途中看到火势,在石卷时,朋友不顾危险,于3月11日前往女川,看到更大片的火光,尽管他想做些什么,当时情况让他只能绕过继续前进。
52ওনাগাওয়া হাসপাতাল থেকে, আমি বাণিজ্যিক এলাকার রাস্তার ছবি তুলি, সে সময় আমি ওনাগাওয়া স্কুলের থেকে মারিনপাল রাস্তার এক ঢালের উপর উঠছিলাম।
53সে সময় আমি বাস্তবিক ভাবে রাস্তায় ছড়িয়ে থাকা তাজা মাছের উপর পা ফেলে হেঁটে গিয়েছি।http://twitpic.com/48s41e
54এখন আমি তা উল্লেখ করছি, যখন আমি জিমনেসিয়ামের পথে যাচ্ছিলাম, সে সময় পথে আমি সামান্য আগুন জ্বলতে দেখছিলাম।
55রাত ১১টায় আমি আমার এক বন্ধুর কাছে এই বিষয়ে শুনতে পেলাম, যে বিপদ সত্বেও ওনাগাওয়ায় গিয়েছিল, সে বলল যে, সে লাল বাতি জ্বলতে এবং ধোয়া উঠতে দেখেছে।
56যদিও সে কিছু একটা করতে চাইছিল, কিন্তু এই পরিস্থিতি কাজের উপযুক্ত নয়। কাজেই সে সেই এলাকা অতিক্রম করল এবং সামনে এগিয়ে গেল।@kombu_s:抱歉,我的手指入镜了,我从熊野神社走下阶梯到女川医院时,看到这幅景象,街灯从底部彻底弯曲。http://twitpic.com/48sk5z
57ওহ!
58ছবির উপর আমার আঙ্গুল চলে এসেছে। কুমানো মন্দির থেকে ওনাগাওয়া হাসপাতালের দিকে যাবার সময় মন্দিরের সিঁড়িতে এই ঘটনার মুখোমুখি হলাম।@kombu_s:画面不太清楚,但这是自卫队直升机抵达女川医院的一刻,医护人员在指挥,但我没看到医院里是什么样的病患。http://twitpic.com/48sosz
59রাস্তার ল্যাম্প পোস্টগুলোর গোড়ার অংশ বেঁকে গিয়েছিল।
60যদিও এটা দেখাতে পাওয়া খুব কঠিন ছিল, কিন্তু এখানে প্রতিরক্ষা বিভাগের একটি হেলিকপ্টারের একটা ছবি রয়েছে যেটি ওনাগাওয়া হাসপাতালে নেমেছিল।
61হাসপাতালের কর্মচারীরা এটিকে গাইড করার চেষ্টা করে, কিন্তু হাসপাতালের ভেতরে কোন ধরনের ব্যক্তিরা রয়েছে তা আমি দেখতে পাইনি।
62যখন আমরা ওনাগাওয়ার দিকে যাচ্ছিলাম, সে সময় প্রাথমিক আশ্রয় কেন্দ্র [বড় বড় আশ্রয় কেন্দ্র যেমন] জিম বা ডাইচি কিন্ডারগার্টেন ছেড়ে আসা ব্যক্তিদের অতিক্রম করছিলাম।
63সেখানে অনেক বয়স্ক নাগরিক ছিল, কিন্তু লোকজন একে অন্যকে সাহায্য করছিল।
64পুরুষেরা নারী, শিশু এবং ঘর ছেড়ে পালিয়ে যাওয়া বয়স্কদের সাহায্য করছিল। সত্যি এক সুন্দর শহর।@kombu_s:我们前往女川町时,经过许多民众要从原始撤离场所,转往综合体育馆或第一托儿所等较大的地点,有很多长者,人们彼此互助,男性帮助妇孺和老人家撤退,真是个有人情味的城镇。
65#ওনাগাওয়া আমার মাথার ভেতরে এত অনেক চিন্তা বয়ে যাচ্ছে যে আমি নিশ্চিত নই, আমি সেগুলো সম্বন্ধে বলব কি না, আমি শঙ্কাকে টুইট করছি না, কাজেই এটা আমাকে বিস্মিত করে, যে আসলে কোনটি সেরা কাজ।@kombu_s:我的脑中浮现许多念头,不知道该不该写下来,我不想散播焦虑,还在考虑怎么做最好,我有些犹豫在之前的讯息中,是否该提到那些中学生,但我希望他们一切平安,我和诸位同样担心与烦恼,真的很抱歉。
66আমি দ্বিধান্বিত ছিলাম যে আমি কি আসলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করব [এর আগের এক টুইটে যাদের কথা উল্লেখ করেছি] কিন্তু আমি এই বিষয়ে টুইট করেছি কারণ আমি আশা করি যে তারা এখন নিরাপদে রয়েছে।
67আমি আপনাদের ভয় এবং শঙ্কা সবাইকে জানালাম।
68সত্যি দুঃখিত। #ওনাগাওয়া最后这则讯息发出时,日本已过午夜:
69তার শেষ টুইটটি ছিল জাপানের মধ্যরাতের পরে করা। ওহ, সম্ভবত আমার খানিকটা সময় ঘুমিয়ে নেওয়া উচিত।@kombu_s:我该睡了,若我想起其他事,明天再与各位分享,晚安。
70যদি আমি কোন কিছু স্মরণ করতে পারি, তাহলে আমি আগামীকাল টুইট করব। শুভরাত্রি!本文与Chris Salzberg协力完成。
71ক্রিস সালজবার্গ এর সাথে যৌথ ভাবে এই পোস্টটি লেখা হয়েছে