# | ben | zhs |
---|
1 | বলিভিয়া: ডেঙ্গু রোগকে মোকাবেলা করা | 玻利维亚:面对登革热疫情 |
2 | ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা বলিভিয়ার পুর্বাঞ্চলে শস্য ও বাসগৃহের ক্ষতি করে। এই বন্যা আবার মশককুলের জন্য তাদের ভাবী উত্তরাধিকরাদের জন্ম দেবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। | 玻利维亚东部因暴雨引发洪水,冲毁农作物与民宅,也成为蚊虫孳生的温床,造成登革热传染,症状包括严重头痛、肌肉与关节酸痛,这种病毒也有可能引发登革热出血热,已造成国内三人死亡。 |
3 | এখানে জন্মলাভকারী মশারা আবার ডেঙ্গু রোগের জীবানু ছাড়াতে সক্ষম। ডেঙ্গুর লক্ষণ এর মধ্যে রয়েছে তীব্র মাথাব্যাথা, পেশী এবং হাড়ের গিটে বা জোড়ায় ব্যাথা হওয়া। | Alkolica博客的Erika Pinto指出,登革热已蔓延至圣克鲁兹市(Santa Cruz),她希望不要扩散至她的出生地千里达市[西班牙文]。 |
4 | এ ছাড়া আরো ভয়াবহভাবে ডেঙ্গু হেমোরজিক জ্বর তৈরী করে। এই রোগে ইতিমধ্যে দেশটিতে তিনজন মারা গেছে। | 圣克鲁兹市博客Willy Andrés提到感染登革热的亲身经验[西文]: |
5 | আলকোলিকোর এরিকা পিন্টো (স্প্যানিশ ভাষায়) লিখছেন যে ডেঙ্গু জ্বর ইতিমধ্যে সান্তা ক্রুজ শহরে ছড়িয়ে পড়েছে। তিনি আশা করছেন এটি তার নিজের শহর ত্রিনিদাদে হানা দেবে না। | 登革热在此地是种很严重的病症,千万别低估它,因为这种疾病若不及时治疗,就会留下终生后遗症,一想起这种疾病是来自这么小的昆虫,我便觉得人类实在微不足道。 |
6 | সান্তা ক্রুজের ব্লগার উইলি এন্ড্রেজ সরাসরি ডেঙ্গু জ্বর মোকাবেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন(স্প্যানিশ ভাষায়): | |
7 | এক সময় আমি নিজেই এই রোগে আক্রান্ত হই এবং যদি সত্যি বলি সেটা মোটেও ভালো কোন অভিজ্ঞতা ছিল না। | |
8 | আমার প্রতিটি গোড়ায় ব্যাথা ছিল। এটি এমন ব্যাথা যেন কেউ তোমাকে পিটাচ্ছে। | 我也曾一度染病,老实说感觉很糟,关节与肌肉都很酸痛,好像被别人揍了一顿。 |
9 | এখন সে তার স্ত্রীকে সাহায্য করছে কারন সেও খুব সম্প্রতি ডেঙ্গু রোগ থেকে সেরে উঠেছে। এছাড়া তার স্ত্রী তিন মাসের অন্ত:স্বত্তা যা কিনা আরেক ধরনের চিন্তার কারন হতে পারে। | 他现在正照顾刚罹患登革热痊愈的妻子,而且她恰好怀孕三个月,让人更感到担心,他们前往圣克鲁兹市多间诊所,到了第二间才获得妥善治疗,所幸情况改善许多,胎儿未受影响: |
10 | তারা সান্তা ক্রুজের অনেক ক্লিনিকে গেছে, যতক্ষণ না পর্যন্ত সঠিক ক্লিনিক পাওয়া যায়নি ততক্ষন তারা যথাযথ চিকিৎসা পায়নি। | |
11 | এখন সবকিছু আগের চেয়ে অনেক ভালো এবং শিশুটি এই রোগে আক্রান্ত হয়নি। | |
12 | তিনি সবাইকে জানান: ঈশ্বরকে ধন্যবাদ, সারা এখন আগের চেয়ে ভালো এবং সঠিক ওষুধ নিচ্ছে। | 感谢上帝,莎拉好多了,也在服用正确的药物,请各位保护自己,别感染到登革热。 |
13 | নিজেকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করুন। | 校对:nairobi |