# | ben | zhs |
---|
1 | জাপান: নতুন ভূমিচিহ্ন “টোকিও গগণবৃক্ষ” বেড়ে উঠছে টোকিওর ২০১১ সালের প্রথম দিনটি ছিল রৌদ্রকরোজ্জ্বল আর আকাশ ছিল নীল। | 日本:新地标“天空树”持续向上 |
2 | একটা আনকোড়া নতুন বছরের দিনটি ছিল একদম নিখুঁত। | [本文英文版原载于2011年1月9日] |
3 | প্রথা অনুযায়ী নতুন বছরের বন্ধের দিনে সৌভাগ্য সূচক কোনো কিছুর সাথে যুক্ত থাকাকে জাপানীরা শুভ মনে করে যেমন বিশেষ কোনো খাবার প্রতিটি উপকরণকে তাঁরা মানুষ যে ভালো গুণগুলোকে আয়ত্ত করতে চায় এবং তার সাথে অর্থবহ করে ভাবতে পছন্দ করে। | |
4 | নববর্ষের প্রথম দিনে সূর্যোদয়ের দৃশ্য দেখে তারা সুর্যের আশীর্বাদ গ্রহণের চেষ্টা করে এবং একটা ভালো বছরের জন্য মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে প্রার্থনা করে। এ বছর জাপানের নতুন “সৌভাগ্যের প্রতীক” কে জাপানী জনগণ উপভোগ করবে। | 2011年开年第一天,东京天气相当晴朗,很适合做为一年之始,日本民众希望在新年假期能够开运,故会特别准备餐食,其中每道料理、每项材料都有特殊意涵,与人们希望拥有的能力相关;也有些人在元旦早起看日出,以获得太阳的庇佑;还有些人会到寺庙或神社参拜。 |
5 | এটা হলো টোকিও গগণ বৃক্ষ। | 今年日本民众有了新的幸运物。 |
6 | এ বৃক্ষ হল একটা সুউচ্চ ভবন যা উচ্চতায় ৬৩৪ মিটার হবে এবং ডিসেম্বর ২০১১ সালের মধ্যে বিশ্বের সবচাইতে উচু ভবনে পরিণত হবে। এ ভবনটির তিনটি ভূমিকা-প্রথমতঃ এটা টোকিওর পূর্বাঞ্চলের একটা ভূমি চিহ্নে পরিণত হবে এবং পর্যটনকে নাড়া দেবে। | 这项幸运物名叫“东京天空树”, 这座高塔会持续“长高”至634公尺,并于2011年12月成为全球最高塔;这座高塔主要有三项功能,第一,关东地区地标与吸引观光客,第二,做为无线数 位播放系统的天线,第三,改善灾害预防及救灾资讯系统,由于日本每年都会发生多次地震,这一点格外重要。 |
7 | দ্বিতীয়ত: টেরিস্ট্রিয়াল ডিজিটাল ব্রডকাস্টিং পদ্ধতির নতুন এন্টেনা হবে এবং তৃতীয়তঃ দুর্যোগ প্রস্তুতি ও ত্রাণের ক্ষেত্রে উন্নত তথ্য কাঠামো গঠন হবে যা জাপানের মত বছরব্যাপী একাধিকবার ঘটে যাওয়া ভূমিকম্পের দেশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। | |
8 | বর্তমানে ভবনটি ৫৩০ মিটার উচু এবং প্রতিদিনই এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। টোকিওবাসী এ বৃক্ষের “বেড়ে”ওঠা উপভোগ করে। | 目前塔高于530公尺,每天持续向上攀升,东京民 众相当喜爱观察“这棵树每天茁壮”,以下是人们关心这棵树的方式。 |
9 | এরপর দেখবে কিভাবে জনগণ এ বৃক্ষের যত্ন নেয়। | 新年快乐! |
10 | শুভ নববর্ষ! এটা হলো ২০১১ সালের টোকিও গগণবৃক্ষ। | 这是东京天空树在2011年元旦的面貌,天空有稀疏白云,不过开年第一日的天气很晴朗。 |
11 | এ বছরের প্রথম দিনটিতে আকাশে হালকা কিছু মেঘ থাকলেও দিনটি ছিল রৌদ্রকরোজ্জ্বল। | |
12 | এ দুটি ছবি “টোকিও গগণবৃক্ষের স্থির পর্যবেক্ষন কেন্দ্র”- নামের ব্লগ থেকে নেওয়া, ব্লগ লেখক শুরু থেকে প্রায় প্রতিদিনই নির্মাণ কাজের ছবিগুলো তুলেছেন। | |
13 | ২৩ মার্চ ২০০৮-তারিখে তোলা টোকিও গগণবৃক্ষের স্থান। তখনো ভবনটির নামকরণ করা হয়নি। | 这两张照片来自“东京天空树定点观测”博客,作者自动工以来,几乎每天都上传照片。 |
14 | গল্পে ফিরে যাই। এ সুউচ্চ ভবনটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। | 这是2008年3月23日东京天空树的工地,当时建筑物名称尚未决定。 |
15 | এ ভবন থেকে নববর্ষ উদযাপনকারী কিছু ব্লগার তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এভাবে ব্লগার দানকাই-জিন বলেন: | 先前提到,人们将这座高塔视为幸运物,有些博客解释在元旦观看天空树,究竟有何特别意义。 |
16 | দুপুরের দিকে আমি বারান্দায় দাড়িয়ে সুউচ্চ ভবনটির দিকে তাকাই, এ ভবনটিকেই আমি সকালে দেখেছিলাম। | |
17 | এই গগণবৃক্ষটি ছিল নির্মাণাধীন। | Dankai-jin博客指出: |
18 | আমি ভাবিনি যে আমি কখনো আমার বারান্দায় দাড়িয়ে গগণবৃক্ষ দেখতে পাবো। | |
19 | নববর্ষের প্রথম দিনে এটা ছিল আমার জন্যে সৌভাগ্য মূলক আবিষ্কার। | |
20 | বর্তমানে এটি ৫৩৯ মিটার উঁচু এবং এক বছরের মধ্যে এর উচ্চতা হবে ৬৩৪ মিটার যা হবে বিশ্বের সবচাইতে উঁচু টিভি টাওয়ার। আমার বারান্দা থেকে আমি এই চমৎকার কর্মযজ্ঞের পরিসমাপ্তি দেখতে পাবো। | 大约中午时,我走到阳台,看着我早上就见过的高塔,那是正在施工的天空树,我没想过在阳台就能看见天空树,这真是元旦一大惊喜,目前塔高539公尺,约一年后将达到634公尺,成为全球最高电视塔,我应能从阳台上,看着这个宏伟建筑完工。 |
21 | ইওকোহামান নিক্কি তাঁর অনুভূতি ব্যক্ত করেন এভাবে: শুভ নববর্ষ। | Yokohaman Nikki也祝贺: |
22 | আমাদের এই বদ্ধ সমাজে গগণবৃক্ষের বেড়ে ওঠা আমাদের নতুন স্বপ্ন দেখাবে ও আশার সঞ্চার করবে। | |
23 | আমি আমার ব্লগে এ ছবিটিকে প্রথমে রেখেছি। জাপানের বিখ্যাত মন্দির সেনসো-জি পরিদর্শনকারী টি. | 新年快乐,我想着天空树的模样,从平地拔尖而起、直上天际,让我们在停滞社会里拥有希望与梦想,我在新年第一天把照片放在博客。 |
24 | এন. | |
25 | টি-শো বলে: সেনসো-জি মন্দিরে যাবার পথে আমি নতুন টোকিও ভবনকে অতিক্রম করি। | T.N.T.-SHOW前往日本名刹浅草寺: |
26 | গগণবৃক্ষ নামটির মতই নববর্ষের প্রথম দিনটিতে ঝলমলে আকাশের দিকে এই বিরাট নির্মাণ টি সোজা আকাশের দিকে উঠে গেছে। সেনসো-জি মন্দিরের নিকট থেকে ভবনটি যখন দেখা যেতে শুরু করলো তখন থেকেই পর্যটকরা মন্দির থেকেই ভবনের ছবি তুলতে শুরু করলো। | 前往浅草寺途中,我经过新的天空树,这个巨大建筑一如其名,矗立在元旦的晴天下,由于在浅草寺就能看见天空树,许多游客都在拍 照,据说当初设计时,构想就源于传统五层佛塔,但两者看来截然不同,一年前,我搭电车上班途中所见的天空树,高度只有现在的一半,现在看看它有多么惊人! |
27 | বলা হয়ে থাকে যে ভবনটির নকশা পাঁচতলা প্যাগোডার মত কিন্তু আসলে এটা সম্পূর্ণ আলাদা ধরণের। | |
28 | এক বছর আগে আমার কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন থেকে ভবনটিকে বর্তমান উচ্চতার অর্ধেক উচ্চতায় দেখা যেত। | |
29 | আকর্ষণীয় ও শক্তিশালী এ স্থাপনাটিকে দেখুন! | 日本建筑技术着实杰出,虽然日本前景不明,我觉得它让人们有了希望。 |
30 | জাপানী স্থাপত্য প্রকৌশলের এখনও আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে যদিও জাপানের ভবিষ্যত এখনো ধোঁয়াটে তবুও আমি মনে করি এ নতুন সুউচ্চ ভবনটি আশা জাগানিয়া। | |
31 | পর্যটন ও গগণবৃক্ষ | 天空树与观光业 |
32 | ভবনটির সৌভাগ্য সূচক দিক ছাড়াও ব্যবসা-কেন্দ্রিক দিক রয়েছে। | |
33 | গগণবৃক্ষের এ নির্মাণ কাজকে কেন্দ্র করে কেউ কেউ চাচ্ছেন এর চারপাশের এলাকাকে নবজীবন দিতে। | |
34 | আগে এ এলাকা গায়ে গায়ে লাগানো মধ্য ও ক্ষুদ্র শিল্প উৎপাদন কারখানার শিল্পাঞ্চল ছিল। | |
35 | বর্তমানে এ ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো ধ্বংসপ্রাপ্ত। বর্তমানে এলাকাটি ধীরে ধীরে কর্মচঞ্চল পরিবেশ হারিয়ে ভুতের শহরে পরিণত হচ্ছে। | 除了求个吉利,这栋建筑物当然有商业考量,民众尤其希望完工后,能振兴邻近地区经济,过去当地是工业区,许多工厂仳邻而居,这些中小型工厂如今日暮西山,地方逐渐失去活力,愈来愈像座鬼城。 |
36 | বৃক্ষের মূল ভূমির মত সুউচ্চ ভবনটি অবশ্যই পর্যটন সম্পদ হিসেবে ব্যবহৃত হবে। | |
37 | তারোবে মরিতা একটি নতুন ভাতের খাবারের পরিচয় করিয়েছেন। | 当然,这座高塔也会有观光用途。 |
38 | সুমাইদা ওয়ার্ডের নিকটবর্তী রেস্টুরেন্ট সোবা কামিমুরা! | Tarobe Morita介绍一种特别餐点: |
39 | টিভি ও ম্যাগজিনে এ সময়ে বিখ্যাত সোবা কমিমুরা তে আমি গিয়েছিলাম “টাওয়ার বোল” খাওয়ার জন্য। তিনটি অতিকায় চিংড়ির টেম্পুরা এবং সবজী মিশ্রিত টেম্পুরা যা গগণবৃক্ষের মত দেখাচ্ছিল। | 墨田区的特色美食是“高塔井”,我前往因电视和杂志报导而声名大噪的Soba Kamimura餐厅,品尝著名的“高塔井”,共用三只巨大的炸虾天妇罗和一片蔬菜天妇罗,一起组成天空树的造型,这是原创的“天空树美食”。 |
40 | এটা আসলে “গগণবৃক্ষ খাবার”। কিয়ামামা না জিকান একটি পারফে খেয়েছিলেন। | Kimama na Jikan品尝一道冰淇淋甜点 |
41 | হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে আসুন আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। মিষ্টি জাতীয় কিছু হলে ভালো হয়। | 如果走累了,就来歇歇脚,来点甜食当然不错,这间咖啡馆听来如何? |
42 | তবু-বাশী সেতুর কাছে এ ক্যাফে টা কেমন? “সাকুরা ক্যাফে মুকোঝিমা” - এর ভিতরে ওরা আইসক্রিম বিক্রি করে কিন্তু আরো যেন কিছু আছে…হ্যা বিখ্যাত “গগণবৃক্ষ পারফে (আইসক্রিম)”! | Sakura Cafe Mukohjima邻近东武桥,该店贩售冰淇淋,但我们点的是…著名的“天空树冰淇淋”! |
43 | এমনভাবে দাড়িয়ে আছে যেন গগণ বৃক্ষ…ওয়াও অনেকেই ছবি তুলতে চাইছে। এ সুন্দর লম্বা পারফেটি ৬৩৪ মি. | 就像天空树一样直立…哇,许多人都希望能拍张照片。 |
44 | মি. উচু আর সত্যিকারের ভবনটি ৬৩৪ মিটার উঁচু হতে যাচ্ছে। | 这座甜甜的天空树高634公厘,因为真正的天空树完工后高度为634公尺。 |
45 | একবারেই প্রচলিত চাবির গোছা বা পোস্টকার্ড ছাড়াও এ সুউচ্চ ভবনকে প্রতীক হিসেবে ব্যবহার করে আরো অনেক সংগ্রহের বিষয়ের উদাহরন রয়েছে। | 还有更多东西都以天空树为发想概念,包括钥匙圈、明信片等传统纪念品,但也有天空树四角内裤、印上天空树图样的罐装啤酒,更多照片请见东京天空树迷博客。 |
46 | এছাড়াও রয়েছে গগণবৃক্ষের ছেলেদের অন্তর্বাস এবং বিয়ার ক্যান যা গগণবৃক্ষের ছবিতে মোড়ানো এবং আরো অনেক কিছু দেখা যাবে টোকিও গগণবৃক্ষ ভক্ত ব্লগে। | |
47 | ২০১১ সালের শেষের দিকে টোকিও গগণবৃক্ষের নির্মাণকাজ শেষ হবে। জাপান টোকিওর এই নতুন ভূমি চিহ্নের “জলের” প্রথম দিনটির প্রতীক্ষায় আছে। | 天空树预定于2011年底完工,全日本都在期待它落成的第一天,每个人到时的反应也不同,有些人会拍照、有些人会登顶,也有人会创造更多天空树纪念品,以庆祝这件大事。 |
48 | “জলের” অর্থ একেক মানুষের কাছে একেক রকম। | 这个历史时刻已距离我们愈来愈近。 |
49 | কেউ এর ছবি তুলবে কেউ এর শীর্ষে আরোহন করবে আবার কেউবা এই গগণবৃক্ষকে কেন্দ্র করে নব উদ্যমে সংগ্রহ গড়ে তুলবে। | |
50 | সেই বিশেষ ঐতিহাসিক মুহুর্ত দিন দিন এগিয়ে আসছে! | 校对:Soup |