# | ben | zhs |
---|
1 | জর্জিয়া: পবিত্র শিশু জন্মহার বৃদ্ধি | 格鲁吉亚:宗教婴儿潮 |
2 | ভূতপূর্ব সোভিয়েত জর্জিয়াতে শিশু জন্মহার শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে আর দেশের অর্থোডক্স গির্জা এর বেশীরভাগ কৃতিত্ব নিচ্ছে। | |
3 | এই পুরাতন খ্রীস্টান দেশে শিশু জন্মহার বৃদ্ধির এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে জর্জিয়ান চার্চের একটা কথা দেয়ার কারনে যে তারা ব্যক্তিগতভাবে প্রতিটি নবজাতককে নামকরন করবে। ব্লগারদের মনে এটা মনে হয় ছাপ ফেলেছে। | 前共产国家格鲁吉亚近来生育率增加20%,国内东正教教会为背后主因,该国婴儿潮之所以来得正是时候,是因为教会领袖承诺,将会亲自为新生儿受洗,博客对此现象啧啧称奇。 |
4 | মাই ব্লগিয়ান এই সংবাদের উপরে মন্তব্য করেছেন: | 笔者在个人博客Blogian的提到: |
5 | ভূতপূর্ব সোভিয়েত জর্জিয়ার কুমারির দরকার নেই পবিত্র গর্ভধারনের জন্য। বরং জনসংখ্যা বৃদ্ধির জন্য, জর্জিয়ার পবিত্র ধর্মযাজক কথা দিয়েছেন যে সকল পরিবারে এরই মধ্যে দুইটা সন্তান আছে তাদের নবজাতককে তিনি নিজে নামকরন করবেন। | 格鲁吉亚不需圣女怀下圣婴,为刺激人口成长,格鲁吉亚圣父承诺,只要家庭出现第三位新生儿,就亲自为孩子受洗。[ …] |
6 | উ উই তার মতামত যুক্ত করেছেন: | Wu Wei表示: |
7 | বিবিসি ছটফট করছে যে ধর্মজাজক জর্জিয়ার জন্মহার বৃদ্ধি করছেন, তার নিজের চেষ্টায়। গতানুগতিক পদ্ধতিতে না (কোন ভাতিজা বা স্বজনপ্রীতি না) বরং এই বছরে জন্ম নেয়া যেকোন বাচ্চার গডফাদার হয়ে। | 英国广播公司不断报导,主教以一己之力,为格鲁吉亚提高生育率,不是透过寻常方式,而是愿意成为今年每一位新生婴儿的教父,格鲁吉亚民众因为信仰虔诚,果真让今年的生育率上扬。[ …] |
8 | জর্জিয়াবাসী ধর্মপ্রান হওয়ায়, এটাকে গুরুত্ব সহকারে নিয়ে এই বছর জন্মহার বাড়িয়ে দিয়েছে। | American Papist对此兴奋不已: |
9 | আমেরিকান পাপিস্ট এতে উদ্বুদ্ধ: | 我喜欢以好消息为一周新闻收尾,没有比这个更好的消息了。[ …] |
10 | আমি সপ্তাহের সংবাদ উচ্চ:স্বরে শেষ করতে চাই। এটার থেকে ভালো হতে পারে না: | 想像一下,若美国的主教在教区同样如此承诺,会有什么结果? |
11 | ভেবে দেখেন আমেরিকার বিশপ যদি তার এলাকার পরিবারের জন্য একই ঘোষণা দিতেন? | 校对:User:nairobi |