Sentence alignment for gv-ben-20090303-1804.xml (html) - gv-zhs-20090304-2005.xml (html)

#benzhs
1গিনি-বিসাউ: প্রেসিডেন্টের হত্যা স্থিতিহীনতার ভীতি জাগিয়ে তুলছে几内亚比索:总统遭暗杀触动警讯
2গিনি- বিসাউ এর প্রেসিডেন্ট জোয়াও বের্নার্দো ভিয়েরাকে আজকে (২রা মার্চ ২০০৯) ভোরে হত্যা করা হয়েছে, হয়তবা বিশ্বাসঘাতক সেনাসদস্য দ্বারা যখন তিনি বাড়ি থেকে পালাচ্ছিলেন।
3এই হত্যাকান্ড তার দীর্ঘদিনের শত্রু দেশের সেনা প্রধান জেনারেল বাতিস্তা তাগ্মের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে হয় যিনি রবিবার রাতে একটা বোমা বিষ্ফোরণে মারা যান।
4যদিও কারন এখনও জানা যায়নি, নবীন পশ্চিম আফ্রিকার এই দেশে এই দুইটা অপরাধ স্থিতিহীনতার ভীতি জাগিয়ে তুলেছে।
5এন্তোনিও আলি সিল্ভা এই সংবাদ ক্রমাগত অনুসরণ করছেন।[除另标示,本文连结皆为葡萄牙文]
6তার শেষ পোস্টে, [পর্তুগীজ ভাষায়] তিনি সংবাদ দিয়েছেন যে সাত দিনের জাতীয় শোক পালিত হবে প্রেসিডেন্টের হত্যার জন্য আর দুইটা রাষ্ট্রীয় শেষকৃত্য হবে। তিনি কথা দিয়েছেন কালকে শেষকৃত্য অনুষ্ঠানের বিশেষ ছবি প্রকাশ করবেন:非洲国家几内亚比索总统维埃拉[中文](Joao Bernardo Vieira)于3月2日凌晨遭到暗杀,据传是在逃出住所时,遭叛国的士兵攻击身亡,就在事件发生前几个小时,总统长期的死对头塔格米将军 (Batista Tagme)才在爆炸中丧生,虽然事件原因尚未明朗,却己造成国内响起动荡的警讯。
7নিনো ভিয়েরাকে কি হত্যা করা হয়েছে (?)
8হিংস্র সকাল ৩০ মিনিটের বেশী সময়ে আমরা মেশিন গানের গুলির সম্মুখীন হচ্ছি- আর সেকি মেশিন!António Aly Silva自暗杀事件发生后便持续追纵情况,在最新文章里,他提到几内亚比索将连续哀悼七天,并举行两场国葬,他也保证会张贴丧礼现场的独家照片:
9( এএএস মোবাইল থেকে) রবিবার মার্চ ০১ ২০০৯ রাত ১০:৩২ মিনিটে2009年3月2日早上4点51分,总统是否遭暗杀?
10বিসাউতে সেনা মোতায়েন: আজকে, গিনির সেনা হেডকোয়ার্টারকে ভয়ঙ্কর একটা বিষ্ফোরণ আঘাত করে।这个早晨充满暴力,过去30分钟不断听到机枪声响。
11আমি হাসপাতালে চারজন আহত লোককে দেখেছি, যাদের মধ্যে দুইজন পুড়ে গিয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন। গুজব শোনা যাচ্ছে যে সিইএমজিএফএ, প্রধান জেনারেল তাগ্মে না ওয়াই নিহত হয়েছেন।2009年3月1日晚上10点32分,国内军方情势动荡,军方总部发生爆炸,我在医院看到四名伤患,两人有烧伤,情况危急,有传言指军方将领已罹难,很难过写下这两则新闻。
12গিনি-বিসাউ তার চিরাচরিত অবস্থায় আছে। এই খবর লেখা কষ্টকর।Jorge Rosmaninho原本在去年停止Africanidades博客,但此事又让他开始动笔,他张贴以下照片后表示:
13এই খবর জোর্গে রোজমানিনহোকে উদ্বুদ্ধ করেছে আবার ব্লগ করতে যিনি গত বছর আফ্রিকানিডেডস ব্লগ বন্ধ করেছিলেন।
14তিনি নিচের ছবি প্রকাশ করে ভেবেছেন:两人原本应该是谁会先向对方下手?
15কে কাকে আগে মেরেছে? কেননা, দুইজনই মারা গেছেন।不管了,反正两人都已身亡。
16সাংবাদিক লুইস কাস্ত্রো দুইজনের সম্পর্কের কিছু আগের সংবাদ দিয়েছেন:
17আমি গিনি-বিসাউএর বাস্তবতা আর ক্ষমতা যে খেলা সেখানে শুরু হয়েছে তা বেশ ভালোভাবে জানি।
18আমি ১৯৯৮/১৯৯৯ এর গৃহযুদ্ধ অনুসরণ করেছি, তখনকার নির্বাচন, সামরিক অভ্যুত্থান।
19আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, মাথায় বন্দুক ধরে প্রশ্ন করা হয়েছিল।
20পরে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল আর পালাতে হয়েছিল এবং অবশেষে পর্তুগীজ সেনা কর্মকর্তারা আমাকে উদ্ধার করেন।
21গতকাল আর আজকে যা ঘটেছে তা আমার কাছে আশ্চর্যজনক না।记者Luis Castro提供两人往来关系的背景资讯:
22আসলে, আমি অনেক দিন থেকে এমনই হবে ভাবছিলাম। প্রেসিডেন্ট ভিয়েরা আর সেনাপ্রধানের ঝগড়া সাম্প্রতিক ব্যাপার না।我很熟悉几内亚比索所遭遇的现实及权力争斗,我曾报导1998年至1999年的内战、选举与政变,我曾遭到逮捕,遭人用枪抵住头 讯问,被判处死刑后不得不逃离,后来才获得葡萄牙军官援救。
23আমার মনে পড়ছে যে তিগ্মা ইন ওয়াই নপুংশক হয়ে যান নিনোর (প্রেসিডেন্টের) লোকেরা তাকে শুক্রাশয়ে বৈদ্যুতিক শক দেয়ার কারনে (তিনি আমাকে এটা একটা সাক্ষাৎকারে বলেছিলেন)।
24এদের তিনি ভয়ঙ্করভাবে প্রতিহত করেন যুদ্ধের সময়ে। পরে তাকে গিনি আর ক্ষমতায় ফিরতে সাহায্য করা সত্ত্বেও, তাগ্মা নিজেকে নিনো থেকে দূরে রাখেন।不过我对昨天和今天的事件毫不意外,我早就预期此事会发生,总统维埃拉和国家元首的冲突由来已 久,塔格米曾在受访时对我说,内战时维埃拉逮捕他后,用刑电击他的睾丸让他不孕,虽然塔格米曾帮助维埃拉返国掌权,但后来都不再往来。
25পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হলো যখন প্রেসিডেন্ট চেষ্টা করেন [প্রধান মন্ত্রী] কার্লোস গোমেস জুনিয়রের সরকারী কর্মসূচি বন্ধ করতে। সেনা বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর পক্ষ নেন এই বলে যে সরকারকে নির্বাচিত করা হয়েছে আর সেইভাবে শাসন করা উচিত।后来因为总统打算裁 撤总理Carlos Gomes Junior政府,让情势每况愈下,塔格米支持总理表示,政府既然由民选,就应该如此运作,我原本就预期两人早晚会有人先死,现在两人都丧生了。
26এটা ধারনা করা হচ্ছিল যে একজন না একজন মারা যাবে। নিনো বা তিগামা।团结一心
27দুইজনই গেছে। একাত্মতা其他前葡萄牙殖民地国家的博客纷纷表示团结与哀悼之意,维德角博客João Dono指出:
28লুসোফোন ব্লগাররা, বিশেষ করে যারা এই পর্তুগীজ কলোনী থেকে এসেছেন তারা এই ঘটনার জন্য হাহাকার করেছেন আর গিনি-বিসাউ এর মানুষের সাথে একাত্মতার বানী পাঠিয়েছেন।
29কেপ-ভার্দে থেকে জোয়া দোনো বলেছেন: আমি আশা করি, অ্যাঙ্গোলার মতো, গিনি- বিসাউতেও শান্তি বিরাজ করবে।我盼望几内亚比索像安哥拉一样,最终回到和平局面,像维埃拉这种人最终也只会有这种下场,他的选择让同胞蒙受诸多苦难,我们会密切关注几内亚比索的情况。
30নিনো ভিয়ারার মতো ইতিহাস থাকা মানুষ এমনি করেই শেষ হতে পারে।维德角的Cesar Schofield Cardoso认为:
31তিনি এই পথ বেছে নিয়েছেন, যে পথ আমাদের ভাইদের অনেক কষ্টের মধ্যে ফেলেছে। আমরা গিনি-বিসাউ এর সমস্যার মিনিট আর ঘন্টা ধরে পর্যবেক্ষন করবো।我注意到几内亚比索社会失去了宽容,邪恶再度笼罩这个国家和军方,他们始终不懂得放下武器,军方首长遭暗杀后,他们便杀害维埃拉以为报复,几内亚比索再度面对仇恨时刻。
32কেপ- ভার্দে থেকে, সিজার স্কফেল্ড কারদোসো বলেছেন:莫三比克的Manuel de Araújo指出:
33আমাদের বাহিনীকে পর্যবেক্ষণ করে আমি দেখলাম…গিনি বিসাউতে ধৈর্য অনুপস্থিত।我们有很多理由应帮助几内比亚索返回和平及国家和解之路,主要的维和人士何在?
34এই দেশে রাক্ষসরা আবার ভর করেছে দেশে, অস্ত্র হাতে আমাদের ভাইরা যারা এখনো শেখেনি অস্ত্র কখন ফেলতে হয়।
35তারা ভিয়েরাকে হত্যা করেছে সেনাপ্রধানকে হত্যার প্রতিবাদে। গিনিতে এখন ঘৃণার সময়।葡语国共同体[中文]何在?
36মোজাম্বিক থেকে ম্যানুয়েল দে আরুজো বলেছেন:非洲联盟何在?[
37অনেক কারন আছে আমাদের গিনি-বিসাউকে সাহায্য করার এবং শান্তি আর জাতীয় সংহতির দিকে যাওয়ার পথ খুঁজে পেতে।
38কোথায় আমাদের অগ্রণী শান্তিকারকরা?…]他们能不伸出援手,帮助这些同胞呼吸国家和解的空气吗?
39কোথায় সিপিএলপি [পর্তুগীজ ভাষার দেশের জোট]? কোথায় আফ্রিকান ইউনিয়ন?安哥拉的Eugénio Costa Almeida表示:
40তারা কি আমাদের ভাইদের সাহায্য করতে পারেননা জাতীয় সংহতির বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে? এঙ্গোলা থেকে ইউজিনিও কোস্তা আলমীদা বলেছেন:希望这两个死对头身亡后,能帮助几内亚比索人民成立真相与和解委员会,终止报复态度,让该国成为伟大繁荣的国度。
41আশা করা যায় যে তথাকথিত চিরশত্রুর মৃত্যু সাহায্য করবে গিনি-বিসাউ এর মানুষকে একটা সত্য ও সংহতি (ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন) কমিশন তৈরি করতে যা প্রতিহিংসার মনোভাবকে শেষ করবে আর গিনি-বিসাউকে একটা বিশাল আর সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করবে।
42গিনি-বিসাউ এর জনসংখ্যা ১. ৬ মিলিয়ন আর ১৯৭৪ এর স্বাধীনতার পরে দেশটা অনেক বছরের অস্থিরতা সহ্য করেছে।几内亚比索人口160万,自1974年独立后多年动荡,近年来成为拉丁美洲古柯硷走私至欧洲的转运站。
43আর সম্প্রতি দেশটি পরিণত হয়েছে ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপে কোকেন পাচারের পথ হিসাবে।校对:Soup