# | ben | zhs |
---|
1 | কুয়েতে গ্রীষ্ম জলদিই এসেছে | 科威特初夏记事 |
2 | ছবি: জেডডিস্ট্রিক্ট এর সৌজন্যে গ্রীষ্মকাল মাত্র শুরু হলেও তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেছে। | 随着温度计里的水银柱不断上升,夏天也正式来到科威特,博客开始寻找暑假出游去处。 |
3 | তাই কুয়েতের ব্লগাররা গ্রীষ্মকালীন ছুটিতে কোথায় বেড়াতে যাবে তা ঠিক করতে ব্যস্ত রয়েছে। | |
4 | তার মধ্যে রয়েছে জেডডিস্ট্রিক্ট যে কু্ব্বার দ্বীপে ভ্রমণে গিয়েছিল। সে লিখেছে: | 其中前往国内「库巴岛」Kubbar Island度假的Zdistrict表示: |
5 | এটি একটি উষ্ণ সাপ্তাহিক ছুটি ছিল এবং কুব্বার দ্বীপপুন্জে ভ্রমণ খারাপ সিদ্ধান্ত ছিল না। | |
6 | আমি শরীর ঠান্ডা করার জন্যে পানিতে নামতে চেয়েছিলাম। কুব্বার দ্বীপে রওনা হওয়ার পূর্বে প্রায় ২০ মিনিটের মত লাগল নৌকা ঠিক করা এবং কিছু লোকের জন্যে অপেক্ষা করার জন্যে। | 这个周末有些热,所以到库巴岛这个点子还不错,我想跳进水里降温,花费约莫20分钟准备妥当,等几个人到齐就一起去库巴岛,甲板上热得像地狱,我想直接跳下水,但码头里的水太恶心,所以我打消念头,改用冰块按摩我的头,不过很快就融化了。 |
7 | ডেকে খুবই গরম ছিল এবং আমার তখুনি পানিতে নেমে যেতে ইচ্ছে করছিল। কিন্তু উপকুলের পানি পরিস্কার ছিল না তাই আমি না নেমে আমার মাথায় বরফখন্ড ঘষতে লাগলাম যা তৎক্ষনাত গলে যেতে লাগল। | Desertgirlkuwait则去当地的「查比」(Kabd)地区度假,她的游玩记录是: |
8 | ইতোমধ্যে, ডেজার্টগার্লকুয়েত কাব্দ এ বেড়াতে গিয়েছিল। সে তার ভ্রমণের বিবরন এভাবে দিয়েছিল: | 「Kabd」在方言里读做「查比」,在阿拉伯语是肝脏之意,别问我两者之间有何关系,我不知道。 |
9 | কাব্দকে স্থানীয় পরিভাষায় চেব্দ বলা হয়। আরবী ভাষায় চেব্দ এর মানে হচ্ছে কলিজা। | 既然政府整个Funaitees地区铲平,准备将农庄改建为高速公路,几乎所有原先人口都将农场移往查比,除了我朋友M遭妻子赶出家门外,所有当地居民都没在务农,时间都拿来玩乐。 |
10 | এই জায়গার সাথে তার সম্পর্ক কি তা আমাকে জিজ্ঞেস করো না। আমি জানি না। | Chillnite前往科威特水族馆: |
11 | ফালাফাল এক্সপ্রেসওয়ের পাশের সমস্ত ফুনাইতিস এলাকা সরকার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার পর সেখানকার সব খামার এবং স্থানীয় বাসিন্দারা কাব্দে চলে গিয়েছে। | |
12 | কেউ সেখানে থাকে না (আমার বন্ধু এম ছাড়া যার বউ তাকে বাড়ী থেকে বের করে দিয়েছে) কারন সেটি শুধূমাত্র কৃষিকাজে ব্যবহৃত হয় (কৃষিকাজ বলতে আমি পার্টি করা বুঝিয়েছি)। | |
13 | চিলনাইট কুয়েত একুয়ারিয়াম ঘুরে আসার পর লিখছে: সপ্তাহান্তে আমরা কুয়েত সায়েন্টিফিক সেন্টারে অবস্থিত কুয়েত একুয়ারিয়ামে গিয়েছিলাম। | 周末时,我们决定前往位于科威特科学中心的水族馆,感想只有三个字:美极了。 |
14 | এক শব্দেই বলব “চমৎকার-অসাধারণ”.. আপনারা যদি গরমে কাতর হন, অথবা কাজের ভারে জর্জরিত হন অথবা শুধু ঠান্ডা হতে চান.. | 如果各位身陷酷暑之中,或是工作压力太大,或是想抒解情绪,…到水族馆就对了。 |
15 | একুয়ারিমে চলে যান।. | 校对:Portnoy |