Sentence alignment for gv-ben-20090916-6148.xml (html) - gv-zhs-20090915-3737.xml (html)

#benzhs
1ব্রাজিল: দেশটিতে আঘাত হানা শিলাঝড়, বৃষ্টি এবং ঝড়োবাতাসের ছবি巴西:全国各地暴雨照片记录
2ব্রাজিলের বিভিন্ন প্রদেশের উপর দিয়ে বয়ে যাওয়া এক ভয়াবহ ঝড়ের জন্য গত সপ্তাহটিকে চিহ্নিত করা যেতে পারে। এই ঝড়ে ব্রাজিলের দক্ষিণের প্রদেশ সান্তা ক্যাটারিনা ও রি গ্রান্ডে ডো সুলেতে সাতজন মারা গেছে।巴西许多州过去一周历经各种极端天候,南部Santa Catarina及Rio Grande do Sul两州共7人丧生,上周四一场土石流涌进圣保罗(São Paulo)一座贫民窟,亦造成4人死亡,全国数千人因此无家可归,以下照片来自巴西全国各地,在Flickr网站上依据创用CC授权使用。
3মঙ্গলবার সাও পাওলোর এক বস্তিতে ভূমি ধসে মারা গেছে সাতজন। সারা দেশে হাজার হাজার লোক ঘরবাড়ি হারিয়েছে।9月8日早上10点30分,Flickr用户gd365指出,巴西圣保罗一次降下当月七成雨量,据说今年是自1943年以来雨量最高的冬季,造成这座拉丁美洲最大城市部分地区交通瘫痪、停话与断电。
4নিচের ছবি গুলো দেশটির বিভিন্ন প্রান্ত থেকে নেওয়া হয়েছে এবং তা ফ্লিকারের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।
5৮ সেপ্টেম্বর সারা মাসে যতটা বৃষ্টি হবে বলে আশা করা হয়েছিল, তার শতকরা ৭০ ভাগ সে দিনই সাও পাওলোতে ঝরে যায়।
6সকাল ১০. ৩০ মিনিটে এই বিষয়টি জানায় ফ্লিকার ব্যবহারকারী জিডি৩৬৫।照片来自gd365
7বলা হচ্ছে ১৯৪৩ সালের পর এ বছরই শীত কালে এ রকম বৃষ্টিপাত হল।当天在圣保罗另一处,Flickr用户ManoelNetto形容眼前景象「犹如世界末日」。
8এর ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি হয়, টেলিফোন সেবা ও আশেপাশের এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয় যায়, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় শহরটিতে।
9ছবি জিডি৩৬৫-এর তোলা照片来自Flickr用户ManoelNetto
10ফ্লিকার ব্যবহারকারী মানোয়েলনেট্টো একই দিনে শহরের অন্য প্রান্তের দৃশ্য বর্ণনা করেছেন, যা তার সামনে যেন এক বিধ্বংস জগৎ উন্মোচন করল। ছবি ম্যানুয়েলোনেট্টোর তোলা[下午3点55分]看看末日情景,这张照片摄于下午3点左右,地点是Marginal Pinheiros地区Abril出版社9楼办公室。
11(বিকেল ৩. ৫৫ মিনিট) সময়ের শেষ দিন বা রোজ কেয়ামতের দিকে তাকান।照片来自alémdoquesevê_2
12এই ছবিটি প্রায় বেলা ৩টার দিকে নেওয়া হয়েছে।
13ছবিটি [প্রকাশকের] অফিস এপ্রিল থেকে নেওয়া (মার্জিনাল পিনহেরিওস থেকে)। ছবি আলমেডোকেসেভে_২ এর তোলা ছবি看看今天多么快乐,一早天空一片黑,而太阳…
14বিশ্ববিদ্যালয়, আজ এক অন্ধকারে ডুবে রয়েছে (ঠিক আমার সামনেই এক বাল্ব বিস্ফোরিত হয়) এবং বন্যা; রাস্তাঘাটে বন্যা, ফুটপাথে বন্যা, আমার প্যান্ট ভিজে গেছে (এমনকি ছাতাটাও সামান্য ক্ষতি গ্রস্থ হয়েছে) এবং যখনই আমি আবার ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই দিন যেন রাতে বদলে গেল এবং এমন কোন উপায় ছিল না যে, আমি সেখান থেকে বের হতে পারি।
15আহ, আলো এখানে হুমকি দিচ্ছে, যেন চলে যাবে এবং কম্পিউটারে আমার করণীয় অনেক কাজ বাকী রয়েছে … ওহ কি সুন্দর এক দিন! ৯ সেপ্টেম্বরের বেলা ১১ টার সময়, সাও পাওলোর আকাশ এত কালো হয়ে গেল, যেন মনে হচ্ছিল রাত নেমে এসেছে, বিষয়টি চশমা দিয়ে নিশ্চিত করেন ফ্লিকার ব্যবহারকারী এরিকা ট্রিক্রোচে।大学里全部停电(灯泡在我眼前爆炸)和淹水,街头淹水、地铁淹水,裤子全湿(撑伞也一样,伞也有点坏了),正当我得离开时,白画又成为黑夜,我根本走不出去,电力随时都会中断,我今天还有很多工作得用电脑…真是美好的一天。
16সাও পাওলোর ৩০টি এলাকা ভারী বর্ষণের পানিতে ডুবে গিয়েছিল, এই বিষয়টি এই সমস্ত এলাকার ভিড়ে ভর্তি যান গুলোকে সাধারণভাবে রাস্তায় স্থির অবস্থায় দাড় করিয়ে রাখে।9月9日早上11点,圣保罗上方天空非常灰暗,犹如黑夜,Flickr用户erika.tricroche即捕捉到这一刻,圣保罗约30处因豪雨淹水,也让原本就壅塞的路面交通彻底瘫痪。
17উজ্জ্বল প্রতীক চিহ্ন পাঠ: ধীরে চলুন, ছবি এরিকা. ট্রিক্রোচে标示写着:徐行,照片来自erika.tricroche
18মঙ্গলবারে, সাও পাওলোতে আমার ফিরে আসার সময় বারুইরির (শহরটির) পথে কাস্টেলো ব্রাঙ্কোর রাস্তায়, তীব্র এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা বৃষ্টির কারণে তৈরি হয়েছিল: প্রচুর ট্রাফিক জ্যাম+ বন্যা+ দুর্ঘটনা+বিপর্যয়+ভূমিধ্বস= এক প্রচণ্ড বিশৃঙ্খলা!!! ধন্যবাদের সাথে বলতে হয়, তখন সকাল এবং অবশেষে নিরাপদ ও নিশ্চিতভাবে ফিরে আসা সম্ভব হয়েছে!!!星期二返回圣保罗途中,就在邻近Barueri市的Castelo Branco高速公路上,当时大雨还没造成混乱,眼前已经是车潮+大水+事故+毁损+土石流=完全混乱!
19আভেনিডা পাওলিস্টা, সাও পাওলোর সবচেয়ে বড় রাজপথ, ৩ সেপ্টেম্বরের দৃশ্য, ছবি গুস্তাভো মিনাস幸好当时才早上,抵达时也平安无事!!!
20সেপ্টেম্বর ১১, টেনেন্টে পোরটেলা, রিও গ্রান্ড্রে ডো সুল প্রদেশ, ব্রাজিলের দক্ষিণ অংশে অবস্থিত, ছবি ফ্লিকার ব্যবহারকারী রবভিনি巴西圣保罗最大街道Avenida Paulista在9月3日的景象,照片来自Gustavo Minas
21সেপ্টেম্বর ১১, টেনেন্টে পোরটেলা, রিও গ্রান্ড্রে ডো সুল প্রদেশ, ব্রাজিলের দক্ষিণ অংশে অবস্থিত, ছবি ফ্লিকার ব্যবহারকারী রবভিনি এক অজানা শহর, সেপ্টেম্বরের ৮ তারিখে, ছবি ফ্লিকার ব্যবহারকারী রডিরগোজাঙ্ক巴西南部Rio Grande do Sul州Tenente Portela地区在9月11日的情况,照片来自Robvini
22দক্ষিণ-পশ্চিমের প্রদেশ আক্রা থেকে বৃষ্টি পড়ার এই দৃশ্যটি তোলা হয়েছে, সেপ্টেম্বরের ৮ তারিখে।9月8日在不知名城市状况,照片来自rodrigojunk
23ছবি সের্গিও ভালে/সিকম9月8日在西北部Acre州的雨后照片:
24গাছের উপর বৃষ্টি এক নতুন গন্ধ নিয়ে আসে, এক নতুন রঙ এবং সকালে আরো রঙ্গীন করতে এক ছোট্ট রংধনু আকাশে ভেসে উঠল।照片来自Sérgio Vale/Secom
25আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও এই বৃষ্টি আঘাত হানে। স্থানীয় প্রচার মাধ্যমে একে এক অস্বাভাবিক “ঘূর্ণিঝড়” বলে অভিহিত করে।森林大雨带来新气息、新生命、新颜色,还有一道小彩虹让夜晚更缤纷。
26ব্রাজিলে এই বৃষ্টি ও ঝোড়ো বাতাস প্রায় ৪৫টি শহরের ৭০,০০০-এর বেশি বাসিন্দাকে আক্রান্ত করে।阿根廷与巴拉圭同样遭逢暴雨,当地媒体形容为怪异「龙卷风」,巴西全国共有45座城市逾7万民众受风雨影响,巴西全国气象局预估各地周末仍会持续降雨。
27ব্রাজিলের জাতীয় আবহাওয়া পরিদপ্তর (ইনমেট) ভবিষ্যদ্বাণী করেছে, সারা দেশের প্রায় সকল অঞ্চলে এ সপ্তাহেও বৃষ্টিপাত হতে থাকবে।校对:Soup