# | ben | zhs |
---|
1 | মায়ানমার: সৈন্যেরা বৌদ্ধভিক্ষুদের প্রভাব কমাতে চাচ্ছে | 缅甸:军队企图削减僧侣的影响力 |
2 | দ্য ডেমোক্রাটিক ভয়েস অফ বার্মা (ডিভিবি) হচ্ছে একটি অলাভজনক সংবাদ সংস্থা এবং সেই স্বল্পসংখক উৎসের অন্যতম যেখান থেকে মায়ানমারের সংবাদ এখনও পাওয়া যাচ্ছে। ডিভিবি বার্মিজ ভাষায় একটি প্রতিবেদনের মাধ্যমে জানাচ্ছে যে সৈন্যরা চেষ্টা করছে বৌদ্ধভিক্ষুদের তাদের ধর্মীয় জীবন পরিত্যাগে বাধ্য করতে। | 缅甸民主之声(Democratic Voice of Burma, DVB),非营利新闻组织以及目前少数几个还能释出当地新闻的管道之一,发布一则关于军方试图要僧侣放弃宗教生活的报导。 |
3 | কিছুদিন আগে যে ৩০০ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ইনসিন জিটিআই কলেজের পাশে একটি গ্যারেজে স্থানান্তরিত করা হয়েছিল। সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ভিক্ষুদের বাধ্য করছে “ধর্মীয় জীবন ত্যাগ করতে, ভিক্ষুদের পোষাক পরিত্যাগ করতে, ভিক্ষুদের ব্রত আর পালন না করে একজন সাধারন মানুষ হিসেবে জীবন যাপন করতে।” | 日前遭逮捕的约三百名僧侣被送到在永盛(Insein)政府科技学院(Governmental Institute of Technology)外的某处车库。 |
4 | বৈধ কারণ ব্যতীত ভিক্ষুব্রত ত্যাগ করাকে পাপ হিসেবে ধরা হয়। সৈন্য তাদেরকে জনগণের দৃষ্টিতে নীচে নামিয়ে এনে তাদের প্রভাব কমাতে চাচ্ছে, তাদের লজ্জা দিতে চাচ্ছে। | 据悉军方试图“迫使僧侣还俗,脱去袈裟--变成一般人而且不再以守戒为荣。” |
5 | ডিভিবি উল্লেখ করেছে যে সৈন্যরা নির্দেশ দিয়েছে “ইনসিনের সবচেয়ে প্রবীন ভিক্ষুকে” সেখানে আসতে এবং পালি ধর্মগ্রন্থ থেকে পড়ে শোনাতে যাতে “ভিক্ষুদের লজ্জা দেয়ার” পদ্ধতি শুরু করা যায়। | |
6 | এর ফলে ভিক্ষুরা সাধারন মানুষে পরিণত হবে। | 无故放弃僧侣身份是被视为罪愆。 |
7 | কিন্তু ভিক্ষুরা, যাদের প্রবীন ভিক্ষুক কর্তৃক পালি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতিগুলো পুনরাবৃত্তি করতে বলা হয়েছিল, তা করতে অস্বীকার করে। | 军方试图以此大量削减僧侣对人民的影响力,以羞辱他们。 |
8 | কিছু সময় পরে ঐ প্রবীন ভিক্ষু জানান যে তিনি এই ভিক্ষুদের সাধারণ মানুষে রূপান্তর করতে পারবেন না। তিনি জোর দিয়ে তা করতে অস্বীকার করেন এবং সেই স্থান ত্যাগ করেন। | 缅甸民主之声也提到,军方过去曾命令“永盛当地最资深的僧侣”念颂巴利文经文中“羞辱僧侣”章节,逼迫僧侣还俗。 |
9 | আরও সংবাদ রয়েছে যে সৈন্যেরা ইনসিনে ভিক্ষুদের পেটাচ্ছে। যখন একটি কলমিস্ত্রী সে স্থানে পানির পাইপ মেরামত করতে আসে, একটি ভিক্ষু তাকে আগ বাড়িয়ে দেখতে যায়। | 但是这群原本应该跟着长老覆诵的僧侣却拒绝跟进,不久后,资深的僧侣说他就是没有办法将那些僧侣还俗为普通人,拒绝了军方命令后就离开。 |
10 | কিন্তু একটি সৈন্য তার বেল্ট দিয়ে সেই ভিক্ষুকে আঘাত করে থামায়। | 也有报导军方在永盛殴打僧人。 |
11 | যখন সৈন্যবাহিনী ট্রাকে করে এই ভিক্ষুদের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল এক ড্রাইভার ভুল করে (ভয়ে সম্ভবত) হর্ন বাজায়। | 有个水管工人去修理水管时,有位僧人躺在地上望着他,据说是被一名军人用皮带鞭打过。 |
12 | সৈন্যরা ট্রাকটিকে থামিয়ে ড্রাইভারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই প্রতিবেদনে আরও জানা যায় যেএক ভিক্ষুর পায়ের আঘাতের চিকিৎসার জন্যে তাকে হাসপাতালে আনা হয়েছিল। | 也有报导指出,当军用卡车载着僧人在街上超越一台车子时,有个驾驶错误地鸣了喇叭(可能因为害怕),结果军人就下车逮捕那位鸣喇叭的驾驶。 |
13 | কিন্তু সৈন্যরা ডাক্তারকে তার চিকিৎসা না করতে নির্দেশ দেয় যতক্ষন না পর্যন্ত ভিক্ষুটি স্বেচ্ছায় ব্রত ত্যাগ করে সাধারন মানুষে রূপান্তরিত হয়। | 还有报导有位僧人因脚伤而被送往医院,军方命令医师在僧人还俗之前不得进行治疗。 |
14 | ভিক্ষুটি উত্তর দিয়েছিল যে সে তার আঘাত থেকে মরতে পারে কিন্তু সাধারন জীবনে ফিরে যাবে না। | 僧人则回应他宁愿因伤死亡也不愿意还俗。 |
15 | দৃশ্যত: পরিশেষে হাসপাতালের কর্মীরা উপ-প্রধান মন্ত্রী ড: মিয়া উ এর অনুমতি নিয়ে ভিক্ষুটির চিকিৎসা করে। | 看起来,医院职员必须获得副总理Mya Oo博士的批准才能够治疗那位僧人。 |
16 | প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সৈন্যরা হাসপাতালে ঢোকার গেটে পরিবেষ্টিত রয়েছে এবং যারা রুগী পরিদর্শনে আসছেন সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। | 有目击报导军方包围医院的出入口,并盘查所有医院访客。 |