Sentence alignment for gv-ben-20080623-1016.xml (html) - gv-zhs-20080706-1178.xml (html)

#benzhs
1ইরান: সিটিজেন মিডিয়ায় যৌন কেলেঙ্কারি ফাঁস伊朗:公民媒体揭发性丑闻
2এ মাসের শুরুর দিকে উত্তর- পশ্চিম ইরানের জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা একটা ভিডিও রেকর্ড করে আপলোড করেছে যেখানে তাদের স্কুলের ভাইস-প্রেসিডেন্ট হাসান মাদাদিকে তার সার্টের বোতাম খোলা অবস্থায় দেখানো হয়েছে এবং একজন ছাত্রীর সাথে যৌন সম্পর্ক করার প্রস্তুতিরত অবস্থায় এই ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
3বেশ কয়েক ইরানি ওয়েবসাইট আর ব্লগ বলেছে যে এই ছাত্রী তার বিশবিদ্যালয়ের ইসলামিক ছাত্র এসোসিয়েশনকে আগে জানিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট তার উপর চাপ প্রয়োগ করছে যৌন সম্পর্ক স্থাপনের জন্য। কিরমানশাহ বিশবিদ্যালয়সহ অন্যান্য ইরানি বিশবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর আগেও কমকর্তাদের দ্বারা যৌন নীপিড়নের অভিযোগ করেছে যার কোন ফলাফল দেখা যায় নি।六月上旬,伊朗西北部Zanjan大学学生拍下并上传一段录像,录像中该校副校长Hassan Madadi衣衫不整、衬衫敞开,据指称正要与一名女学生发生性关系,好几个伊朗网站与博客都指出,该名学生曾通报该校伊斯兰学生会,陈诉副校长施压,逼迫她与他发生性关系。
4এই ক্ষেত্রে সিটিজেন মিডিয়ার প্রভাব পরিষ্কার দেখা গিয়েছে: ছাত্ররা তা ব্যবহার করে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেছে যার ফলে শেষে ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে ছাত্রদের ধন্যবাদ জানিয়েছেন।Kirmanshah大学等其他伊朗院校学生也曾指控,校方人员曾发生性骚扰事件,但均未有结果,不过此次各种事证确凿,学生连续抗议一星期,终于让副校长停职,校长亦向学生道歉并致谢。
5এখানে ভিডিওতে দেখা যাবে একজন খুব বিভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট যে সব ছাত্র চিত্র গ্রহণ করছে তাদের হুকুম শুনছেন। ১০ দিনের কম সময়ে এই ভিডিও ৬৭,০০০ বারের বেশী দেখা হয়েছে।以下这段录像中,满脸疑惑的副校长听着拍摄学生的要求,这段录像不到十天,浏览人次已超过67,000次。
6ইরানি ব্লগার আসমাউন আবি লিখেছেন (ফার্সী ভাষায়): আমি এমন একটা দেশে বাস করি যেখানে শুধু পর্দা দেখা যায়।伊朗博客Asmoun Abi表示[波斯文]:
7আমি এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে উপভোগের একটা জিনিষ হিসাবে দেখা হয়। আমি এমন একটা দেশে আছি যেখানের সব থেকে নিরাপদ আর সাংস্কৃতিক স্থানে মহিলাদের আক্রমন করা হয়।在这个国家里,什么事都暧昧不明,在这个国家里,人们只当我是可以共枕的人,在这个最安全、最有文化的国家里,一位女性遭到侵犯。
8জাঞ্জান১৩৮৭ ব্লগ জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিল পাঠকদের তাদের বিক্ষোভের সর্বশেষ ব্যাপারগুলো ব্যাপারে জানানোর জন্য।Zanjan大学学生设立Zanjan1387博客,让读者能得知抗议行动最新消息,我们从中得知[波斯文],超过1500位学生联署,要求中央政府科学部部长将该校校长解职,这个博客里也提供历次抗议行动的照片与录像。
9এই ব্লগে আমরা পড়েছি যে ১৫০০ ছাত্র একটা পিটিশন সই করেছে যেখানে তারা বিজ্ঞান মন্ত্রীর কাছে দাবি করেছে জাঞ্জান বিশবিদ্যালয়ের প্রেসিডেন্টকে অপসারন করতে। ব্লগে বিভিন্ন বিক্ষোভের বেশ কিছু ছবি আর ভিডিও প্রকাশিত হয়েছে।Sano指称[波斯文]副校长向女学生施压,不仅要求发生性关系,还希望有七个月的「暂时婚姻」,更表示过往还有其他案例。
10সানো দাবি করেছে (ফার্সী ভাষায়) যে ভাইস প্রেসিডেন্ট মেয়েটার উপর চাপ দিয়েছিল তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য আর ৭ মাসের একটা অস্থায়ী বিয়ে চেয়েছিল।Tourjan提到[波斯文],这位行为毫不道德的副校长,事件发生前几周还曾扬言,要以行为不道德为理由关闭伊斯兰学生会,真是讽刺至极!
11ব্লগার আরো বলেছেন এর আগে এই ধরনের ঘটনা আরো হয়েছে।校对:PipperL
12টুরিয়ান বলেছে যে মজার ব্যাপার হলো যে ভাইস প্রেসিডেন্ট মাদাদি যিনি এমন অনৈতিক কাজ করেছেন তিনি কয়েক সপ্তাহ আগে এসোসিয়েশন অফ ইসলামিক স্টুডেন্টসদের বলেছিলেন যে অনৈতিক কাজের জন্য তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হবে!