Sentence alignment for gv-ben-20121117-32967.xml (html) - gv-zhs-20121119-11778.xml (html)

#benzhs
1“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”“加萨走廊炸弹如雨般落下”
2গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে।加萨的巴勒斯坦人民在以色列持续的炮火下彻夜不能成眠。
3গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে।双方交火使当地情势急剧升温,以色列在昨天的空袭中杀死哈马斯军队领袖阿迈德. 阿尔.
4পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে।贾巴瑞之后火力依旧不减。 据媒体报导,这次冲突已导致十三名加萨人民和三名以色列人死亡。
5টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:Ebaa Rezeq 在推特上分析了巴勒斯坦方的死亡名单:
6@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা@Gazanism:目前为止的数字:十五人殉难(其中包括三名儿童,一名怀有双胞胎身孕的妇女和两名老人),另有一百四十人受伤。
7খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে।Khaled Shawa 分享 邻居的房子被以色列轰炸后燃烧的照片。
8ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে।照片来自 @KhaledShawa
9ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন:Wael Ouda 描述周围轰炸的激烈程度:
10@WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে..@WillOuda:无人机简直就是在我们的客厅里“散步”…… 在头顶上发出好大好吵的声音。
11এতই বিকট শব্দ মাথার উপরে।在另一则推特中他告诉大家这次攻击造成的伤亡人数:
12#গাজা আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন:@WillOuda:死亡人数:14-15 人,超过一百廿人受伤
13@WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা।遭受攻击的加萨走廊。
14গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে।照片由 @journeytogaza 在推特上分享。
15এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন:Majed Abusalama 说:
16@MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত@MajedAbusalama:北加萨现在炸弹如雨般落下。
17অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে:同时 Abu Omar 在 Youtube 上传了一段 超现实的影片,标题是《加萨孩子们在轰炸中依然踢着足球》:
18এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।影片中虽然背景不断有爆炸发生,小孩一依然在玩耍。
19ওলা আনান বলছেন:Ola Anan 回应:
20@olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে!@olanan:加萨正遭受攻击,一群孩子们依然决定上街踢球。
21বিশ্ব দেখ এই আমাদের জীবন!我们教世界何谓人生!
22এবং মাজেদ আবুসালামা যোগ করছেন:Majed Abusalama 补充:
23@MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে।@MajedAbusalama:加萨人民现在士气高昂。
24তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না।他们可以破坏我们的一切,杀死我们的孩子,但永远无法摧毁我们的意志和梦想。
25খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই!神意解放我们!
26মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে।加萨群众在面包店外排队购买面包。
27ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে।照片由 @sarahussein 在推特上分享。
28ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন।同时得以进入加萨走廊的记者 Sara Hussein 分享了人群在面包店外排队的照片。
29তিনি টুইট করেছেন:她在推特上说:
30@sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন।@sarahussein:yfrog.com/nws02mjj 加萨一家面包店外的队伍。
31মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি人们担心食物短缺。
32এখন কি?接下来会如何?
33জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়:Journey to Gaza 想知道会不会有地面进攻:
34@journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি?@journeytogaza:有关于以色列内阁是否决定地面进攻加萨的消息吗?
35টুইটার হ্যাশট্যাগ:推特标签:
36টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা).可以搜寻以下标签看到更多推特上的对话:#PrayForGaza,#GazaUnderAttack 和 #Gaza。
37আরও পড়ার জন্যে:延伸阅读:
38মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড।Mondoweiss:两个新消息来源:以色列加萨冲突年表和以色列开火停火历史纪录
39দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর卫报:以色列和加萨军队死亡交锋-即时更新