# | ben | zhs |
---|
1 | ছবিঃ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব ম্যাচের শিহরণ এবং মর্মবেদনা | 照片集:世界杯资格赛的悲与喜 |
2 | ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে “জিততেই হবে” ধরনের কিছু ম্যাচ গত সপ্তাহে আফ্রিকা এবং ইউরোপে খেলা হয়েছে। | 上周中非洲和欧洲几个国家,为了 2014 世界杯资格进行背水一战。 虽然一再强调球赛只是球赛,但从人们赛前赛后的表现来看,这些比赛的意义比大家所希望的又更多了一些。 |
3 | এই খেলাগুলো এরকম বলে বার বার দাবি জানানো সত্ত্বেও, কিছু ম্যাচের আগে এবং পরে লোকজনকে কেমন যেন অদ্ভূত আচরণ করতে দেখা যায়। | 其中四场关键比赛的结果让阿尔及利亚、科特迪瓦、喀麦隆和法国欢天喜地,而布吉纳法索、塞内加尔、乌克兰和突尼西亚前进巴西的希望随终场哨响一起消逝。 |
4 | সবাই কম বেশী বাজি ধরেছে। | 阿尔及利亚对布吉纳法索 |
5 | তাতে করে খেলার ফলাফল হিসাবে তারা কি চায়, তাই বোঝা যায়। | 阿尔及利亚在补时阶段打进一球赢得世界杯资格。 推特网友 Bilel. |
6 | এ রকম সিদ্ধান্ত গ্রহণকারী চারটি ম্যাচের ভিডিও থেকে পাওয়া প্রতিক্রিয়াগুলো এখানে রয়েছে। | 的照片中可以看出阿尔及尔群众的世界杯热: 来自阿尔及利亚的照片,我们都很投入阿尔及利亚前进巴西! |
7 | প্রতিক্রিয়াগুলো আলজেরিয়া, আইভরিকোষ্ট, ক্যামেরুন এবং ফ্রান্সের জন্য পুরোপুরিভাবেই অনুপ্রেরণা হয়ে থাকবে। | 我的脸! pic.twitter.com/0lkbz76pnf - Bilel. |
8 | অপরদিকে বুরকিনা ফাসো, সেনেগাল, ইউক্রেন এবং তিউনিসিয়ার ব্রাজিলে যাওয়ার আশা শেষ বাঁশি বাজার সাথে সাথেই শূন্যে মিলিয়ে যায়। | (@BilelB_) 2013 年十一月十九日 |
9 | আলজেরিয়া বনাম বুরকিনা ফাসো | 阿尔及利亚部落格作者们幽默地谈论巴西世界杯资格: |
10 | অতিরিক্ত সময়ে করা একটি বিলম্বিত গোলে আলজেরিয়া বুরকিনা ফাসোকে হারিয়ে বিশ্বকাপের জন্য মনোনীত হয়েছে। আলজেরিয়ার জনতার ঢল বিশ্বকাপ জ্বরে ভুগছে। | loool 阿尔及利亚前进巴西 pic.twitter.com/L8YTbiUDYo - Ana Djazairi Mahboul (@DjalilYougo) 2013 年十一月廿日 |
11 | টুইটার ব্যবহারকারী বিলেল এই ছবিটিতে সেটাই দেখিয়েছেনঃ | 十月十二日第一战的紧张情绪让一些球迷对黑人裁判发出种族侮辱,这些被 Paulin Diasivi 的截图纪录了下来: |
12 | আলজেরিয়াতে তোলা ছবি। আমরা পুরোপুরিভাবে #ব্রাজিলআলজেরিয়াতে মগ্ন হয়ে আছি। | 布吉纳法索对阿尔及利亚一战中,一些阿尔及利亚球迷的种族歧视推特发言pic.twitter.com/d5MSIhFEjv |
13 | আহা! ব্রাজিল বিশ্বকাপের জন্য মনোনীত হওয়ার আনন্দে আলজেরিয়ার ব্লগার কিছু হাস্যরস যোগ করেছেনঃ | - Paulin Diasivi (@paulindias) 2013 年十月十四日 |
14 | কি মজা! | 科特迪瓦对塞内加尔 |
15 | ব্রাজিলে আলজেরিয়া… | 科特迪瓦在卡达以一比一逼平塞内加尔取得世界杯资格的比赛尾声也相当戏剧化。 |
16 | ১২ অক্টোবরে ম্যাচটির প্রথম লেগের উত্তেজনাপূর্ণ সময়ে কয়েকজন সমর্থক তো শেষ অবলম্বন হিসেবে কৃষ্ণাঙ্গ রেফারিকে সাম্প্রদায়িক গালিগালাজ করেছে। | 从比赛结束时队员们的舞蹈可以看出他们的喜悦: |
17 | পাউলিন দিয়াসিভি এই স্ক্রিনশটগুলোতে এটাই তুলে ধরেছেনঃ | 牙海岸经过九十分钟的比赛后赢得世界杯资格,大象军团要去巴西了 |
18 | আলজেরিয়া বনাম বুরকিনার ম্যাচটির সময়ে আলজেরিয় সমর্থকরা কিছু বর্ণবাদী টুইট করেছে। | pic.twitter.com/NsYMblqE7G |
19 | আইভরিকোস্ট বনাম সেনেগাল বিলম্ব খেলার নাটকীয়তায় আইভরিকোস্টও অন্তর্ভুক্ত ছিল। | - Anaky Yannick (@YannickAnaky) 2013 年十一月十六日 |
20 | বিশেষ করে যখন তারা বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য ডাকারে সেনেগালের সাথে ১-১ গোলে ড্র করেছিল। | 巴西,我们来了 #Team225 pic.twitter.com/T9utitCPgT |
21 | খেলা শেষে দলটির নাচ দেখেই তাদের চরম আনন্দ অনুভব করা যায়ঃ আইভরিকোষ্ট ৯০ মিনিটের খেলার পরেই জয়ী হয়। | - éléphants au Brésil (@Le_TonTon_) 2013 年十一月十九日 |
22 | হাতিটি এখন ব্রাজিলে যাবে। | 喀麦隆对突尼西亚 |
23 | ব্রাজিল, আমরা আসছি। | 喀麦隆四比一击败突尼西亚的资格赛则没有那么戏剧化。 |
24 | ক্যামেরুন বনাম তিউনিসিয়া | 虽因为突尼西亚认为两名喀麦隆选手并没有出赛资格而仍有争议,经济中心雅温德的人们依然为胜利骄傲不已: |
25 | তিউনিসিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই খেলায় ৪-১ গোলে ক্যামেরুনের জয়, সে তুলনায় কিছুটা কম নাটকীয়। | 喀麦隆前进世界杯 pic.twitter.com/qJNZvNVq6F |
26 | যেহেতু তিউনিসিয়া দাবি করেছে যে ক্যামেরুনের দুইজন খেলোয়াড়ের খেলার যোগ্যতা ছিল না। | - Indomptable (@Andy_CMR) 2013 年十一月十七日 |
27 | তাই এখনো এই খেলা নিয়ে কিছুটা বিতর্ক রয়ে গেছে। | 因为突尼西亚国内政治的分裂,某些球迷对国家队出局也许不是那么难过。 |
28 | তথাপি, জয়ী হবার পর ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী ইয়াওনদি এখনো গর্বের সাথে জ্বলজ্বল করছেঃ | 政府因为较严格的宗教限制而在一般人民中不得人心,但国家队的胜利可能被视为政府的胜利: |
29 | ক্যামেরুন বিশ্বকাপে যাচ্ছে তিউনিসিয়ায় রাজনৈতিক ভিন্নমত আছে বলেই কিছু সংখ্যক সমর্থক বিশ্বকাপ থেকে তাদের জাতীয় দলের বাদ পরায় আশানুরূপ দুঃখ নাও পেতে পারেন। | 喀麦隆以四比一击败突尼西亚,虚伪的家伙「在推特上」和「在家」(编辑注:表面为出局伤心实际上心中暗喜)…LOL pic.twitter.com/pYUpqOMnE0 |
30 | দেশটির বর্তমান সরকার তাদের কঠোরতর ধর্মীয় ভাবাদর্শের কারনে অসাম্প্রদায়িক সম্প্রদায়ের কাছে একেবারেই জনপ্রিয় নয়। | - LiliaAyew (@LiliaKapoor) 2013 年十一月十七日 |
31 | তাই দেশটির ফুটবল দলের এই জয় যেন সরকারেরই জয় বলে দেখা হচ্ছেঃ | 法国对乌克兰 |
32 | ক্যামেরুন ৪ গোল, তিউনিসিয়া ১ গোল, মুনাফিকরা “টুইটারে” [ইডিস নোটঃ একদিকে তিউনিসিয়া বাদ পরায় উল্লাস ধ্বনি দিচ্ছে, অন্যদিকে দুঃখ পাওয়ার ভান করছে] বনাম “বাড়িতে” এখন অনেক হাসি | 法国在第一战中以零比二输给乌克兰,在取得会内赛资格之路上挖了个大坑。 第二战中法国奇迹般的以三比零大胜过关,法国球迷高声欢庆的同时也可以看到乌克兰球迷的绝望: |
33 | ফ্রান্স বনাম ইউক্রেন | 今夜球场都在震动! |
34 | ইউক্রেনের বিরুদ্ধে প্রথম লেগ ২-০ গোলে হারার পর যোগ্যতা প্রমাণের জন্য ফ্রান্সকে গভীর গর্তের ভেতর থেকে উঠে আসতে হয়েছে। একটি অলৌকিক প্রত্যাবর্তনের মাধ্যমে ফ্রান্স একই ম্যাচের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জয়ী হয়েছে। | 现场观众的照片 http://t.co/CUWYlTQFXa #FRAUKR #Bresil #CM2014 pic.twitter.com/WuEf9UnX6D |
35 | ফ্রান্সের ভক্তরা কর্কশ ধ্বনি সহকারে উদযাপন করছে এবং ইউক্রেনের সমর্থকদের মাঝে হতাশা দেখা যাচ্ছেঃ | - Le Parisien (@le_Parisien) 2013 年十一月廿日 |
36 | আজরাতে স্টেডিয়ামটি দুলছে! | 照下这些乌克兰球迷的路透社摄影师太赞了…… |
37 | ভীড়ের একাংশের ছবি #ব্রাজিল রয়টার্সের ফটোসাবাদিকের তোলা ছবিতে ইউক্রেইনের সমর্থকদের বিস্ময় প্রকাশ করতে দেখা যাচ্ছে | http://t.co/rRo7pkKbZg pic.twitter.com/gxirTLir8v- American Fútbol (@futbolmovie) 2013 年十一月十九日 |
38 | | 校对:Fen |