Sentence alignment for gv-ben-20101106-13332.xml (html) - gv-zhs-20101115-6708.xml (html)

#benzhs
1ভিডিও: ওয়ান মিনিট জেআর ভিডিও-২০১০- পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তরা2010年One Minute Jr影片奖入围名单
2ওয়ান মিনিট জেআর নামক প্রকল্পের প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে।
3সেল্ফ পোট্রেট (আত্ম নির্মাণ), ইনসাইড-আউট (ভেতরের একজন) এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম (এক মিনিটের স্বাধীনতা) নামক প্রত্যেকটি বিভাগের জন্য একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি জেভিসি পিসকো এইচডি-হ্যান্ড ক্যামেরা পাবে।One Minutes Jr计划在2010年三个奖项的入围者已经出炉,“(自我)肖像”、“由内而外”、“一分钟的自由”三项的优胜者将各获得一部JVC Piscio高画质手持摄影机,入围者皆为国际艺术计划oneminutejr的成员,这项计划举办为期五天的工作坊,主要针对年龄介于12岁至20岁的弱势或社会边缘年轻人:
4মনোনয়ন লাভ করা সকলেই ওয়ানমিনিটিজেআর নামক আন্তর্জাতিক, শিল্প-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক উদ্যোগের অংশগ্রহণকারী, যে প্রতিষ্ঠান ১২ থেকে ২০ বছর বয়স্ক সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক অবস্থায় বাস করা কিশোরদের নিয়ে ৫ দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করে থাকে:
5ওয়ানমিনিটজেআর পাঁচদিন ব্যাপী এক কর্মশালা পরিচালনা করে থাকে, যেখানে তরুণদের ক্যামেরা পরিচালনার মৌলিক কৌশল ও নির্দেশনা, গল্প-বলা, দলগত ভাবে কাজ করা ও বিভিন্ন বিষয় সৃষ্টিশীল ভাবে চিন্তা করা এবং তাকে পুনরায় উপস্থাপনার শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
6প্রত্যেকটি অংশগ্রহণকারী কর্মশালার বিষয় অনুসারে তার নিজস্ব গল্পকে তৈরি করবে এবং তার উপর ভিত্তি করে ষাট সেকেন্ডের একটি ভিডিও চিত্র নির্মাণ করবে যা কর্মশালার শেষে প্রদর্শিত হবে।
7ইউনিসেফের ওয়েবসাইটে মনোনয়নপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে। এই সমস্ত ভিডিও ওয়ানমিনিটজেআর-এর সাইটেও দেখতে পাওয়া যাবে, অথবা এর কয়েকটি তাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।oneminutejr共举办五天的工作坊,让年轻人学习基本摄影及导演技巧、如何说故事、团队合作、以创意方式思考问题与呈现,每位学员依据工作坊主题发想个人要述说的故事,并在工作坊尾声播放自己的60秒作品。
8নীচে মনোনয়নপ্রাপ্ত কয়েকটি ভিডিও রয়েছে, এর কোনটাই এক মিনিটের বেশি দীর্ঘ নয়।入围者完整名单请见联合国儿童基金会网站,影片可在计划网站上浏览,或是到YouTube频道观赏。
9একজন বিচারক বিজয়ীদের নির্বাচিত করবেন এবং বিজয়ীদের নাম নভেম্বরের ১০ তারিখে ঘোষণা করা হবে।以下是部分入围片段,每段最长仅一分钟,最终优胜者由评审团于11月10日公布。
10মামা নামক তথ্যচিত্রটি অভিযোজনের উপর তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছেন ইউক্রেনের ওল্ফ আরটেম, এবং এটি নিজের সেল্ফ পোর্ট্রেট (আত্ম নির্মাণ) বিভাগের জন্য মনোনীত হয়েছে:Mama与领养有关,导演是乌克兰的Wolf Artem,入围“(自我)肖像”类别:
11এছাড়াও একই বিভাগে গ্রিটিংস ফ্রম কসোভো নামক ভিডিওটি মনোনয়ন লাভ করেছে। যার নির্মাতা সাউদা জাহিরোভিচ।此类别另一项入围作品的Suada Jahirovic的Greetings from Kosovo,以被迫移民为主题:
12এটি জোরপূর্বক অভিবাসনের উপর নির্মিত: ইনসাইড-আউট (ভেতরের জন) বিভাগের জন্য আজারবাইজানের নার্গিস জেইনোলোভার পেপার উইংস মনোনয়ন লাভ করেছে।“由内而外”项目的入围者包括Nargiz Zeynalova(亚塞拜然)的Paper Wings,呈现女性与教育问题,由于我无法找到可嵌入的影片,请点选连结至网站观赏。
13এটি নারী এবং শিক্ষার মত বিষয় তুলে ধরছে: যেহেতু আমি এই বিভাগের জন্য রাখা ভিডিও লিঙ্ক (এমবেডেড) পাইনি, তাই এই ওয়ানমিনিটজেআর সাইটে এই ভিডিওটিকে দেখুন।同一类别的入围作品为Taim Nogut,这是Louisah Enos(巴布亚纽几内亚)拍摄的自杀故事:
14একই বিভাগে রয়েছে টাআইম নোগুট নামক ভিডিও। এটি আত্মহত্যার উপর নির্মিত ঘটনা।“一分钟的自由”类别中,盖亚那的Ryan Forde拍摄Focus这段影片,触及教育议题:
15যা নির্মাণ করেছে লুইশা এনোস। তার বাড়ি পাপুয়া নিউগিনিতে:最后一段影片来自塔吉克的Tolib Homitov,On the Last Drop以水资源保护为主题:
16এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম বিভাগে মনোনয়ন পাওয়া ফোকাস নামের ভিডিওটি নির্মাণ করেছেন রায়ান ফোর্ড। তিনি গায়ানার অধিবাসী।别错过其他入围影片,呈现来自于乌干达、美国、巴贝多、越南及斐济的观点。
17এতে তিনি শিক্ষায় জটিলতার মত বিষয়কে মোকাবেলা করছেন:校对:Soup
18শেষ কিন্তু, সবশেষ নয়, ওন দি লাস্ট ড্রপ নামক ভিডিওতে আজারবাইজানের টোলিব হোমিটভ পানি সংরক্ষণের উপর মনোযোগ প্রদান করেছে:
19পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত অবশিষ্ট নির্মাতাদের ভিডিওগুলোও দেখতে ভুলবেন না, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন উগান্ডা, যুক্তরাষ্ট্র, বার্বাডোজ, ভিয়েতনাম এবং ফিজির মত জায়গা থেকে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাচ্ছেন।