# | ben | zhs |
---|
1 | ভেনেজুয়েলা: ওয়েব ভিডিও নাগরিকদের ভোট দেবার জন্য উৎসাহিত করছে | 委内瑞拉:网路视频鼓励投票 |
2 | ২৬ সেপ্টম্বর ২০১০, তারিখে ভেনেজুয়েলা জাতীয় পরিষদ নির্বাচনের জন্য ভোট প্রদান করেছে। | 委内瑞拉民众将于9月26日投票,改选国会全体成员,许多人都在网路上制作与混合影片,呼吁民众投票。 |
3 | এক কক্ষবিশিষ্ট আইন পরিষদ মূলত কংগ্রেসের বিকল্প হবে এবং অনলাইনে ডজন ডজন জনতা নাগরিকদের ভোট প্রদান করার আহ্বান জানানোর জন্য নানা ভিডিও তৈরি করেছে এবং একই কাজের জন্য তারা পুরোনো ভিডিওকে আবার নতুন করে সাজিয়ে তৈরি করছে (রিমিক্স করেছে)। | |
4 | লোস হেরমানস ইলেকট্রোডাস বা নির্বাচনী ভ্রাতৃত্ব, চারটি ভিডিওর এক ধারাবাহিক (সিরিজ) তৈরি করেছে, যেগুলো দেশটির বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেছে, এগুলোকে গানে রুপান্তরিত করে ভোটের গুরুত্ব সম্বন্ধে বলা হচ্ছে, যা কিনা সংঘর্ষ, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনীতি এবং খাদ্য ঘাটতির মত বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য ভোট প্রদানের আহ্বান জানাচ্ছে। | |
5 | তাদের সাম্প্রতিকতম ভিডিও নিরাপত্তাহীনতা, খুনখারাবি এবং অপহরণের মত ঘটনাকে বিষয় বানিয়েছে, যা সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় প্রভাব তৈরি করছে এবং এটিকে জনপ্রিয় রেগ্গি সুরে এবং আকর্ষণীয় নাচিয়ে বালিকাদের নাচের মাধ্যমে পুনরায় মিশ্রিত করা তৈরি করা হয়েছে, যেটি এই বার্তা প্রদান করছে যে পরিস্থিতি উন্নত করার জন্য আপনার ভোট প্রদান করা দরকার: | Los Hermanos Electorales张贴四段影片呈现不同情况,由歌曲强调投票的重要性,要大家瞭解投票的结果将决定暴力、言论自由、经济、粮食短缺等议题的未来,最新影片触及人民面临的不安、抢劫、绑架等威胁,结合朗朗上口的雷鬼节奏及性感女舞者,强调若要有机会改善现况,就得要投票。 |
6 | কিউটালেভা২০১০ (এখানে যা আছে তা স্প্যানিশ ভাষায়) নামক ভিডিও নিরাপত্তাহীনতার মত একই বিষয়ের অন্ধকার দিক তুলে ধরেছে। অপহরণের শিকার এক ব্যক্তিকে সারারাত ধরে নির্যাতন করা হয়, তার ব্যাংকে রাখা সকল টাকা নিয়ে নেওয়ার জন্য। | Quetelleva2010的影片同样与不安感受有关,但色调更为阴暗,一名肉票整个晚上遭到恐吓,载往各处要将存款全提出来,最后他被丢弃在投票所前,观众眼前出现一个问句:若安全威胁都无法让你出面投票,各位究竟需要什么理由? |
7 | এর জন্য তাকে সারা শহর ঘোরানো হয় এবং শেষে তাকে একটি ভোট কেন্দ্রের সামনে ফেলে রেখে যাওয়া হয়: ভিডিওতে দর্শকদের প্রশ্ন করা হয়, যদি নিরাপত্তাহীনতার মত বিষয়ও আপনাকে ভোট দেওয়াতে না পারে, তাহলে আর কোন ঘটনা আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে? | |
8 | ভোটো জোভেনের একটি ভিন্নধর্মী প্রচারণা রয়েছে, এটি উৎসাহ প্রদান করছে, সরকার বা বিরোধী যে পক্ষেই আপনার অবস্থান হোক না কেন, ভোট প্রদান করা প্রয়োজনীয় একটি বিষয়। কাজেই তারা ২৬ তারিখে ভোট দেবার জন্য ২৬টি যুক্তি প্রদান করেছে: | Voto Joven发起另一项宣传活动,无论人人支持或反对政府,都必须出面投票,他们提出26项投票的理由,以下是第26号理由: |
9 | পরবর্তী ভিডিও ভেনেজুয়েলা বাসীদের বিবেচনা করতে বলেছে যেন তারা ভোট দেয় অথবা তারা তাদের ভোট আবর্জনার বাক্সে ফেলে দেয়। তারা এ ক্ষেত্রে স্প্যানিশ ভাষার শব্দ ভোটার এবং বোটার নিয়ে খেলা করেছে। | 下段影片希望委内瑞拉民众能够考虑,究竟要选择投票,或是要将投票丢进垃圾桶,影片运用西班牙文的文字游戏,votar意为投票,而botar意为丢弃: |
10 | স্প্যানিশ ভাষায় “ভোটার” মানে ভোট দেওয়া এবং “বোটার” মানে ছুড়ে ফেলে দেওয়া: অন্য এক ভিডিও শিরোনাম ভেনেজুয়েলায় ভোট প্রদান করার কারণ (রিজন টু ভোট ইন ভেনেজুয়েলা) বিশেষ একদল প্রার্থীকে সমর্থন করছে, যেমন পরবর্তী ভিডিওটি দি ডেমোক্রাটিক অলটারনেটিভ এর সমর্থনকে তৈরি করা, যেটি ভোটারদের আহ্বান জানাচ্ছে, ভেনেজুয়েলা যেন কিউবার পদক্ষেপ অনুসরণ না করে: | 有些影片支持特定团体与候选人,例如Reasons to Vote in Venezuela,或是以下这段影片支持The Democratic Alternative,希望选民避免让委内瑞拉步上古巴的后尘: |
11 | কেবল যে মৌলিক ভিডিওতে এসব বিষয় দেখা গেছে তা নয়, তার সাথে পুরোনো বিষয়কে নতুন সাজে তৈরি করা ভিডিও (রিমিক্স ভিডিও) রয়েছে। যেমন এটি যুক্তরাষ্ট্রের ভোট নিবন্ধন প্রচারণা অনুসরণ করে তৈরি করা হয়েছে। | 除了原创影片之外,也有些经混合与剪辑的作品,例如这段影片改编自美国选民登记宣传活动,虽然录音不变,字幕却反映出委内瑞拉现实情况,影片并非鼓励人民登记投票,而是呼吁民众在投票前先收集资讯,并建议选民浏览Cartelera Electoral部落格。 |
12 | ভিডিওতে কথাগুলো একই রয়েছে, কিন্তু এই কথাগুলোর অনুবাদের শিরোনামে (সাবটাইটেল) ভেনেজুয়েলার বাস্তবতার প্রতিফলন ঘটেছে: ভোটার হবার জন্য দ্রুত নিবন্ধন করার বদলে লোকজন যেন ভোট সম্বন্ধে জ্ঞাত হয়, তার তার জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদেরকে কার্টেলেরা ইলেকটোরাল ব্লগের দিকে নির্দেশ করছে। | |
13 | এই সমস্ত প্রচারণার উদ্দেশ্য হচ্ছে তরুণের অনাগ্রহের বিষয়কে উন্নত করা, যারা অনলাইন প্রচার মাধ্যমের মূল ভোক্তা: এই ভিডিও অনুসারে ২০০০ সালের সংসদ নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ তরুণ ভোটার ভোট প্রদান করেনি। | 这些活动都希望改变年轻人不投票的习惯,使用网路媒体的主要族群正是年轻人,这段影片指出,2000年国会选举时,75%的年轻选民均未投票,希望今年比例能大幅降低。 |
14 | আশা করা যায় এ বছর অনুপস্থিতির হার অনেক কমে আসবে। ভেনেজুয়েলার পতাকার থাম্বনেইল ছবি আলেজান্দ্রো আন্দ্রেস আলারকনের। | 委内瑞拉国旗缩图来自Alejandro Andres Alarcon,依据创用CC授权使用 |
15 | সিসি এট্রিবিউশন লাইসেন্সে আওতায় তা ব্যবহার করা হয়েছে। | 校对:Portnoy |