# | ben | zhs |
---|
1 | মিশর: মুবারক অন্তরীণ এ পোস্ট টি মিশর বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ | 埃及:前总统穆巴拉克下狱 |
2 | মাত্র কয়েক মাস আগেও যে মিশরীয়রা দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মুবারকের কারাবাসের আকাঙ্খা করতো তাঁরা কেউই কল্পনা করতে পারেননি যে তাঁদের এ আকাঙ্খা একদিন বাস্তবে রূপ নেবে। | 不过几个月前,许多埃及民众或许盼望见到当时的总统穆巴拉克(Hosni Mubarak)入狱,但几乎没有人能预料到,此事有天会成真。 |
3 | যাহোক গত ১৩ই এপ্রিল ২০১১ বুধবার সকালে মুবারকের অন্তরীণের খবরের মধ্য দিয়ে মিশরীয়দের সকাল শুরু হয়। | 然而在4月13日,埃及大众一早得知,穆巴拉克已然遭到羁押,以下是埃及社会媒体记录那一刻的方式。 |
4 | মিশরের সামাজিক প্রচার মাধ্যমে বিষয়টি কিভাবে উপস্থাপিত হয়েছে তা তুলে ধরা হল। | 庆祝独裁者失去自由 |
5 | একজন স্বৈরশাসকের অন্তরীণ উদযাপন | 埃及作家Ibrahim Farghali将这个时刻与人类初次上太空相比: |
6 | মিশরীয় লেখক ইব্রাহিম ফারঘালি বিষয়টিকে মহাশূণ্যে মানুষের প্রথম পদক্ষেপের মূহুর্তের সাথে তুলনা [আরবী ভাষায়] করেছেন: | 昨天,俄罗斯庆祝第一位上太空的人类Yuri Gagarin,今天,埃及庆祝前总统穆巴拉克步向监狱。 |
7 | আমরা আশা করি একদিন প্রথম বিশ্বের মত মিশরও একই ধরণের অর্জন উদযাপন করবে এবং একই সঙ্গে আমরা আশা প্রকাশ করি সেদিনও রাস্তায় এ বিপ্লবী চেতনা অব্যাহত থাকবে। | 我们希望有朝一日,埃及能像先进国家一样,庆祝类似成就,也希望届时街头革命精神不灭。 |
8 | “একটি ঐতিহাসিক মূহুর্ত” শিরোনামে জেইনোবিয়া একটি ব্লগ পোস্ট লিখেন। পরে রাষ্ট্রপতির ছেলেকে কিভাবে গ্রেফতার করা হল সে বিষয়ে তিনি বিস্তারিত লিখেন: | Zeinobia也发文提到这一刻,标题即为“历史性的一刻”,她亦庆祝前总统之子一同遭到羁押: |
9 | প্রাক্তন বহিস্কৃত রাষ্ট্রপতি মোহাম্মদ হোসনী মুবারক এবং তাঁর ছেলে আলা ও গামাল এল-দিন ১৫ দিন ধরে কারবন্দী। | 遭罢黜的前总统穆巴拉克和二子将遭羁押15天。 |
10 | জেইনোবিয়া বিস্তারিত বলেন যে মুবারক প্রতিবাদকারীদের হত্যা, জনগণের অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত, যদিও স্বাস্থ্যগত কারনে তিনি হাসপাতালে আছেন। বাবার মত আলা এবং গামাল মুবারকও একই অভিযোগে অভিযুক্ত। | 这位博客接着说明,穆巴拉克面临的罪名包括谋杀抗争者、盗窃公帑等,但至今穆巴拉克均以健康因素为由待在医院,两个儿子的起诉罪名相同。 |
11 | জনগণের প্রতিক্রিয়া | 民众反应 |
12 | একাধিক কার্টুন অঙ্কণের মধ্য দিয়ে ব্রাজিলীয় কার্টুনিস্ট কার্লোস লাতুফ তাঁর নিজস্ব পদ্ধতিতে মুহূর্তটিকে উপস্থাপন করেছেন। | 巴西漫画家Carlos Latuff以个人方式记下这个时刻,张贴多幅漫画。 |
13 | ২৫ জানুয়ারির বিপ্লবের আগে ও পরের মুবারক, অঙ্কনে কার্লোস লাতুফ | 穆巴拉克在1月25日革命前后的模样,漫画由Carlos Latuff绘制 |
14 | গত কয়েক দিনে টুইটারে বেশিরভাগ মিশরীয় তাঁদের অবস্থান (স্ট্যাটাস) পরিবর্তন করেছেন যার বেশিরভাগই ছিল মুবারকের অন্তরীণ সংক্রান্ত। | 过去几天以来,埃及人民在Twitter所发的讯息也多与此事有关。 |
15 | @ইংএমটিএম: আমি নিজে যদি #মুবারককে জিজ্ঞাসাবাদ করতে পারতাম ? | @engmtm:我真希望能亲自审讯穆巴拉克。 |
16 | মিশরের বিখ্যাত আইনজীবি ফরিদ এল-দীব কর্তৃক লিখিত মুবারকের শেষ রেকর্ডকৃত বার্তাটি[আরবী] তিনি আল-আরাবিয়া নিউজ চ্যানেল-এর জন্য পাঠিয়েছিলেন। | 穆巴拉克先前有段录音寄给Al-Arabiya新闻频道,内容是由埃及知名律师Fareed El-Deeb所撰,据信这也是导致他下台的最后一击: |
17 | বলা হয়ে থাকে এটা ছিল মুবারকের কফিনের শেষ পেরেক: @এসলাম ফোয়াদ: মুবারকের বক্তৃতার লেখককে ধন্যবাদ, তাঁকে ছাড়া এ বিপ্লব সফল হতো না। | @Eslam_Foad:感谢为穆巴拉克撰稿之人,若不是你,革命不会成功。 |
18 | গত কয়েক সপ্তাহ ধরে তোরাহ কারাগার শুধুমাত্র মুবারকের ছেলেদেরই আমন্ত্রণকারীর ভূমিকা পালন করেনি বরং মুবারক শাসনামলের অনেক খুঁটিরও আমন্ত্রণকারীর ভূমিকা পালন করেছে। | 过去几个星期,Torah监狱里不仅有穆巴拉克两位儿子入住,还有前政权许多重要人士,人们也不忘在Twitter网站上嘲讽: |
19 | এ বাস্তবতার বিষয়ে ঠাট্টা করার সুযোগ টুইটার ব্যবহারকারীরা হাতছাড়া করে নি। @মাখনুখ: তাজা খবর: তোরাহ কারাগার এখন তোরাহ প্রজাতন্ত্র আর এর নাগরিকরা এখন স্বাধীনতা দাবী করছে। | @MAkhnoukh:重大新闻,Torah监狱已改名为Torah共和国,国民要求独立,有自己的总统、政府,而且不需要人民。 |
20 | তাঁরা তাঁদের রাষ্ট্রপতি ও সরকার পেয়ে গেছে তাঁদের আর সেখানে জনগণের প্রয়োজন নেই।. @এইসামেলদিন: প্রিজন ব্রেক এর নতুন পর্বে গামাল মুবারক তারকা হবেন আর তাঁর স্ত্রী খাদিজা ডেসপারেট হাউজওয়াইভস-এর সদস্য হবেন। | @Aessameldin:穆巴拉克之子将主演新一季《越狱风云》(Prison Break),妻子则加入《欲望师奶》(Desperate Housewives)剧集阵容。 |
21 | ঠাট্টা করার জন্য মুবারক, তাঁর পরিবার(সুজান মুবারক,আলা মুবারক,গামাল মুবারক এবং তাঁর স্ত্রী খাদিজা) ) এবং তাঁর শাসনামলের (ফাথহি সোরুর, সাফওয়াত এল-শরিফ এবং আহমেদ নাজিফ)-এর নামে একাধিক ভূয়া টুইটার একাউন্ট খোলা হয়েছে। | 人们也为穆巴拉克、他的家族(妻子、长子、次子、儿媳)及前朝官员(国会议长、谘询委员会主席、总理)设立假Twitter帐号,藉以讽刺他们。 |
22 | গাড়িতে মুবারকের অন্তরীণ উদযাপনের ব্যানার। ওয়াইফ্রগে পোস্টকৃত ছবি। | 汽车上张贴标语,庆祝穆巴拉克遭羁押 |
23 | আহমেদ হায়ম্যান কর্তৃক মুবারকের ব্যর্থতার তালিকা লেখার পরেও এখনও কিছু লোকজন প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি সহানুভূতিশীল: | 尽管Ahmed Hayman已列举穆巴拉克种种恶行,有些人仍同情他: |
24 | @মন্টুএসাম: ঈশ্বরের শপথ আমি এখন একজন দুঃখী মিশরীয়, আমি এখন একি দেখছি। মিশরীয় জনগণ কিভাবে এত ঘৃণা তাঁদের হৃদয়ে ধারণ করে এবং এর প্রতিশোধ নিলে কি অবস্থা দাড়াবে! | @MontuEssam:我向上天发誓,绝不会因为目前情况,而对身为埃及人感到难过,为何埃及人民会满怀仇恨、只想报复? |
25 | কি হতে চলছে? আমরা কি আসলেই এত খারাপ? | 到底怎么了? |
26 | এ পোস্ট টি মিশর বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ | 我们真有那么糟吗? |