# | ben | zhs |
---|
1 | প্রথম কোন আত্মঘাতি বোমা হামলার অভিজ্ঞতা লাভ করলো মৌরিতানিয়া | 毛里塔尼亚:史上首次自杀爆炸案 |
2 | গত শনিবারে মৌরিতানিয়ায় প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে যার ফলে এক মৌরিতানিয়ান ও দুজন ফরাসী নাগরিক আহত হয়েছে। | |
3 | যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমে এই সংবাদ খুব সামান্য গুরুত্ব পেয়েছে, দুবাই ভিত্তিক আল আরাবিয়া, নুয়াকচট থেকে ঘটনার পরপর এ সম্বন্ধে রিপোর্ট করে, এই প্রবন্ধে বর্ণনা করা হয়: | |
4 | মোহাম্মদ ওউলদ আবদেল আজিজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার তিনদিন পরে এই আক্রমণ সংঘটিত হয়। ওউলদ আবদেল আজিজ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এক বছর আগে মৌরিতানিয়ার প্রথম সারির নির্বাচিত নেতাদের অপসারিত করে। | 毛里塔尼亚于8月8日爆发史上首次自杀炸弹攻击,造成一名当地民众及二名法国人受伤,虽然西方媒体报导相当有限,中东杜拜的Al Arabiya很快便在首都诺克少(Nouakchott)提供报导,提到爆炸案发生的敏感时机: |
5 | একমাস আগে সাহারার এই দেশটিতে এক নির্বাচনের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। দি মুর নেক্সট ডোর এই ঘটনার উপর এক বিস্তারিত বিবরণ লিখেছেন এবং এই আক্রমণের কারনে জনতা যে ভয় পেয়েছে সে বিষয় উল্লেখ করেছেন, কিন্তু তিনি তার চেয়ে বেশী হতাশ শাসক দের কারণে: | 阿济兹(Mohamed Ould Abdel Aziz)于去年发动政变,推翻茅国首位民选领袖,上个月又赢得总统大选,才刚宣誓就职三天就发生爆炸案。 |
6 | এই আক্রমণের প্রতিক্রিয়া আরব ইন্টারনেট মিডিয়া বলছে, এই প্রাথমিক রিপোর্টে এই আক্রমণের সাথে যে ছিল তার কর্মের ব্যাখ্যা দেওয়া হয় এ ভাবে যে, “জেনারেলের উপর চড়াও হও এবং আমরা তোমাকে শহীদ বলে ডাকবো!” | |
7 | অন্যরা এই আক্রমণকারীকে বোকা উপাধি দিয়েছে এবং হারাটাইন বংশে তার জন্ম নেওয়া নিয়ে পরিহাস করেছে। মৌরিতানিয়ার জনগণ রাগান্বিত, যেমনটা তারা প্রতিটি সন্ত্রাসী আক্রমণ থেকে জেগে ওঠে। | The Moor Next Door详细描述事件经过,表示大众对此事相当愤怒,但对政府更加不满: |
8 | এর আগের সন্ত্রাসী আক্রমণেও তারা জেগে উঠেছিল যা অনেক আগে ঘটেছিল। এই বোমা বিস্ফোরণ যতটা বিরক্তি ও হতাশা তৈরী করেছে, এখানকার চ্যানেল গুলো ততটাই শাসককে সমর্থন দিয়েছে। | 人们对阿拉伯网络媒体报导的反应相当强烈,其中一项对初步报导的反应是:「只要让我们摆脱军事将领,我们就称你是圣战 士!」,其 他人抨击攻击者愚蠢,还揶揄犯案者的北非Haratine背景,毛里塔尼亚民众很愤慨,一如过去在世界各地发生恐怖攻击的情况。 |
9 | পশ্চিমা প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করার জন্য যখন বোমা বিস্ফোরণ মৌরিতানিয়ার সব চেয়ে বড় “ঘটনা”, তখন নির্বাচনের পর মৌরিতানিয়ানদের সচেতনতা অন্য সমস্যা নিয়ে। এই সমস্যা শাসন ও বাড়তে থাকা ক্ষমতার দাপট নিয়ে। | 人们对爆炸案感到愤怒及不 满,对政府的观感亦相同,这场事件是自总统选举后,西方媒体在茅利塔利亚最关注的新闻,不过当地民众更关心政府合法性与专制暴政问题。 |
10 | মৌরিতানিয়ায় শান্তি মিশনে কাজ করতে থাকা ব্লগার বেকি জানান যে, এই দেশে শান্তি রক্ষার জন্য যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তাদের দেশে পাঠানো হতে পারে বেদনার সাথে: | |
11 | মৌরিতানিয়ার শান্তি রক্ষী স্বেচ্ছাসেবী বাহিনীর জন্য এটা একটা অন্ধকার দিন। | 美国和平团博客Becky正在当地服务,她提到该国和平团志工可能遭到遗送回国,她感叹: |
12 | এটা কেবল আমাদের ভবিষ্যৎ জটিল করে ফেলে নি, তার সাথে যে দেশটিতে আমরা বেড়ে উঠেছি, যাকে স্বদেশ বলে জেনেছি, তা এখন বাকী বিশ্বের কাছে এক বিপজ্জনক অস্থিতিশীল স্থান বলে বিবেচিত হবে। আমরা সব সময় স্মরণ করি যে সন্ত্রাসবাদীরা সব চেয়ে উগ্র এবং তারা মূল ভাবনার প্রতিনিধিত্ব করে না। | 对毛里塔尼亚和平团志工而言,这是阴郁的一天,不只是因为前景岌岌可危,更因为在世界眼中,我们所称的家乡彷佛危险动荡之 所,人 们总提醒我们,恐怖份子是极端人士,并不代表社会主流思维,虽然我周遭的人都体谅现实处境,但要我离开这些一点都没做错的人民,心里实在非常难受。 |
13 | যে সমস্ত লোক কোন অন্যায় করে নি, তাদের ছেড়ে যাওয়া আমার জন্য খুবই কঠিন হবে। | 毛里塔尼亚Twitter用户weddady觉得很遗憾,他表示: |
14 | যদিও আমি তাদের বোঝাবার জন্য কথা বলেছি। মৌরিতানিয়ার টুইটার ব্যবহারকারী ওয়েডাডি তার টুইটার ফিডে হতাশা প্রকাশ করে উল্লেখ করেন: | 半岛电视台及Al Arabiya电视台都提到,当地民众Salka Bint Cheikh也在事件中受伤,但西方媒体却忽视她,原因为何请各位自行判断。 |
15 | আল জাজিরা এবং আল আরাবিয়া সালকা বিন শেইখকে আক্রান্তের তালিকায় ফেলেছে, তবে অন্যান্য পশ্চিমা মিডিয়া এটি উপেক্ষা করেছে। | 虽然目前谈论此事的博客还不多,法国已谴责爆炸案,新总统阿济兹亦警告未来可能还有恐怖攻击事会发生。 |
16 | আপনারাই বুঝে নিন #মৌরিতানিয়া | 校对:Soup |
17 | যদিও কিছু ব্লগার এই বিষয়টি নিয়ে এখনো আলাপ করছে, ফ্রান্স এই আক্রমণের নিন্দা জানিয়েছে এবং নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ ওউলদ আবদেল আজিজকে এ রকম ভবিষ্যৎ সন্ত্রাসী আক্রমণের ব্যাপারে সর্তক করে দিয়েছে। | |