Sentence alignment for gv-ben-20100719-11805.xml (html) - gv-zhs-20100713-5570.xml (html)

#benzhs
1ফিলিপাইনস: যৌন শিক্ষার উপর ব্লগারদের দৃষ্টিভঙ্গি ফিলিপাইনসের বাগুইয়োতে একটি মৌমাছি একটি ফুলের পরাগায়ন ঘটাচ্ছে।菲律宾:学校性教育推行与否
2ছবি ফ্লিকারের সুয়াসিন -এর (অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে) দেশটির ক্যাথলিক চার্চ এই কর্মসূচির কঠোর বিরোধিতা করছে।菲律宾Baguio地区有只蜜蜂在为花朵授粉,照片来自Flickr用户Jay Suasin,经许可后使用
3ব্লগাররা এই বিষয়ের উপর মন্তব্য করেছে। টম মার্টিন প্রশ্ন করছে যৌন শিক্ষা কোথায় প্রদান করা হবে “শ্রেণীকক্ষে নাকি কোন গাছের আড়ালে”?从这个学年度开始,菲律宾政府在公立中小学里,实施联合国认可的性教育课程,先前将于全国特定学校内试办,课程主题包括生殖卫生、爱滋病防治及计划生育。
4যে সমস্ত স্থানে ছেলেমেয়েদের যৌন শিক্ষা প্রদান করা হবে তার কোনটিতে কোন বাবামার কোন পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই।Tom Martin想问,性教育讲授地点应该「在教室里或大树后?」
5আমার কাছে মনে হচ্ছে যে একজন বুদ্ধিমান বাবা মা অন্তত চাইবে যে গাছের আড়ালে তার সহপাঠীর কাছ থেকে যৌন বিষয়ে জ্ঞান লাভ করার বদলে তার সন্তান নিয়ন্ত্রিত এক বিদ্যালয়ের এক দক্ষ শিক্ষকের কাছে এই বিষয়ে জ্ঞান লাভ করুক।家长不可能完全掌握孩子学习性教育的地点,我觉得家长若明智,至少希望孩子是在教室环境里,由经过训练的教师获得适当性教育,也好过躲在大树后向同侪学习。
6দি পিনয় ক্যাথলিক স্থানীয় যাজকদের অবস্থানের প্রতিধ্বনি করছে এবং দৃঢ়তার সাথে পরামর্শ প্রদান করছে যে যৌন শিক্ষার বিষয়টি কেবল পিতামাতার হাতেই ছেড়ে দেওয়া উচিত।The Pinoy Catholic则呼应地方宗教领袖的意见,主张性教育应由家长负责。
7এ ফিলিপাইন মম ব্লগার জানাচ্ছেন যে কি ভাবে সন্তানের সাথে যৌন বিষয় নিয়ে কথা বলতে হবে তা অনেক বাবামাই জানে না: “কি ভাবে পিতামাতা খোলামেলাভাবে সন্তানের সাথে যৌন বিষয় নিয়ে আলোচনা করবে সে বিষয়ে আমাদের কোন ধারণা নেই।A Filipina Mom Blogger指出,有些家长不知如何与孩子谈性:
8অনেকে হয়ত পুনরুত্পাদন স্বাস্থ্য ব্যবস্থা কি, তা বোঝার মত শিক্ষিত নয় এবং প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণের ধারণা লাভে ব্যর্থ হবে”।我们不能假设家长懂得如何公开谈性,有些人或许未受教育,不清楚生殖系统的构造,故无法瞭解自然的节育方式。
9দি ক্যাটাকম্ব পরামর্শ দিচ্ছে করছে যে সন্তানের বদলে পিতামাতাকে যৌন শিক্ষা দেওয়া প্রয়োজন।The Catacomb建议由家长提供性教育:
10এখন এই সমস্ত শিশুদের নিজেদের পথে ছেড়ে দেই.. অথবা যথাযথ বাবামা হবার জন্য সরকার একটি আইন প্রয়োগ করতে পারে, যেখানে বাবামাকে ধারাবাহিক ভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে অথবা আলোচনা বা সম্মেলনের ব্যবস্থা করতে হবে, যা তাদের সন্তানকে সঠিক ভাবে বেড়ে উঠার ব্যাপারে যাবতীয় জ্ঞান প্রদান করবে।为何不能暂时放过这些孩子…或政府应实施适当家庭教育法,要求家长不时接受训练或课程,让他们能在孩子成长期间,提供正确指引,不仅能避免孩子接触敏感的性议题,也让家长有机会与孩子沟通互动、好好相处、学会关爱与照顾…
11এই বিষয়টি ছেলেমেয়েদের ক্ষেত্রে কেবল যৌনতার বিষয়ে সংবেদনশীলতাকে প্রকাশ করবে না, একই সাথে তা তাদের সন্তানদের সাথে এক সুন্দর সম্পর্ক গড়ার সুযোগ তৈরি করবে, তাদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ প্রদান করবে, তাদের দিকে প্রয়োজনীয় মনোযোগ প্রদান এবং ভালোবাসা ও যত্ন নেবার সুযোগ প্রদান করবে….
12দি এক্স-পাইলস বিশ্বাস করে যে, যারা যৌন শিক্ষার বিরোধী তারা যেন এই দিকে মনোযোগ দেবার বদলে গণমাধ্যমের দিকে মনোযোগ প্রদান করে। প্রজন্মে উপর যৌন বিকৃতি সৃষ্টির জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী, চার্চ তাদের উপেক্ষা করে যাচ্ছে-এই আসল অপরাধী হচ্ছে গণমাধ্যম।The x-piles主张,反对性教育课程者应转向监督大众媒体:
13অনেক টিভি অনুষ্ঠান এবং চলচ্চিত্রে সংঘর্ষ এবং যৌনতার উপাদান দেখা যাচ্ছে এবং এ সবকিছু তরুণ এবং শিশূদের মাথায় চলে আসছে। এই সকল বিষয় একটি তরুণের বিকাশমান মনের নৈতিক ধারণাকে পাল্টে দেবার ক্ষমতা রাখে, কোনটা ভালো এবং কোনটা মন্দ তাদের ভেতর এই নিয়ে এক দ্বন্দ্ব তৈরি করে।教会可能没有注意到,真正可能培养出性犯罪者的来源是大众媒体,许多电视节目与电影里充斥暴力及性爱场景,青少年与孩童也全都吸收进去,对于青少年正在发展的心灵而言,这些画面可能会改变道德观,也混淆是非对错。
14এদিকে কোয়াড ডিক্সিট ডিক্সিট এই কর্মসূচি প্রয়োগের ব্যাপারে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।Quod Dixit Dixit则质疑政府推行性教育课程的动机:
15এটা আমার কাছে পরিষ্কার নয় যে সরকার তার চিন্তার দিকে একলাফে এগিয়ে যাচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যা ফিলিপাইনসের দারিদ্র্যের অন্যতম এক কারণ এবং এরপর থেকে এটিকে কমিয়ে আনতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: আমি সবসময় ধারণা করি এবং সম্ভবত আমি সঠিক যে আমাদের দেশের দারিদ্র্যের প্রধান কারণ অসাধু উপায়ে মুনাফা ও দুর্নীতি এবং প্রচণ্ডভাবে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের লুটপাট)।我不太确定,这项政策背后的想法是否觉得,人口过多是造成菲律宾贫困一大因素,故要想办法降低生育率,顺带一提,我始终觉得国内贫困主要根源于贪污、贿赂,再加上环境与天然资源遭到滥用及破坏。
16মহিলা সংস্থা গ্যাব্রিয়েলা এই কর্মসূচিকে এক সঠিক দিকনির্দেশনা হিসেবে দেখছে।女性团体Gabriela觉得政府方向无误:
17শিক্ষাবিভাগ (ডিপএড) এর ২৬ নম্বর স্মারক যৌন শিক্ষা প্রদানের অনুমতি প্রদান করে যা এক ইতিবাচক পদক্ষেপ, ডিপএড তার অন্যান্য স্টেকহোল্ডার বা অংশীদারদের নিয়ে পরিপূর্ণ শিক্ষা প্রয়োগের আগে স্বল্প সমযের জন্য এই বিষয়ে নিবিড়ভাবে এক পদ্ধতি পরিচালনা করবে। এই বিষয়টি নিশ্চিত করে যে, এই কর্মসূচি যান্ত্রিকভাবে প্রয়োগ করা হয়নি এবং সকল যুক্তি শোনা হয়েছে।教育部第26号备忘录允许使用性教育教具,这是正确政策,教育部将进行诸多谘询,瞭解各方意见后,再全面实施,确保课程推行时能发挥效果,也能涵盖各种观点,我们这些团体愿意加入谘询程序,分享我们在亲子性别教育的丰富经验。
18আমাদের অংশে গ্যাব্রিয়েলা, গ্যাব্রিয়েলা ওমেন্স পার্টি ও সালিনলাহি স্বেচ্ছায় আমাদের পরামর্শ প্রক্রিয়ার অংশীদার হতে ইচ্ছা প্রকাশ করেছে এবং শিশু ও পিতামাতাকে আমাদের লিঙ্গ ও যৌনতা বিষয়ে প্রদান করা শিক্ষার বিষয়ে যে নিবিড় অভিজ্ঞতা তা ভাগাভাগি করে নিতে রাজি হয়েছে।।
19তবে ডাকি পারেডেস বিশ্বাস করে যে এই অনুষ্ঠান মৃত একটি বিষয়ের মত সুন্দর। যেখানে নতুন ক্ষমতায় আসা একুইনো (কোরাজন একুইনোর ছেলে) শিক্ষা প্রশাসনে ব্রাদার আরমিন লুইস্রো এফএসপিকে (ব্রাদার শব্দটি খ্রিস্টানদের যাজকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়) সচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন।不过Ducky Paredes认为,随着新政府任命Armin Luistro神父出任教育部长,性教育计划便已宣告死亡:
20তাহলে কি জাতি সংঘের অর্থ সাহায্যে চলা সরকারি স্কুলে যৌন শিক্ষা প্রদান করার এখানে ইতি ঘটছে?这代表联合国认可的性教育课程在公立学校告终吗?
21সম্ভবত! কি ভাবে একজন বিশ্বাস করবে একজন খ্রিস্টান ব্রাদার (যাজক) প্রাথমিক ও উচ্চ বিদ্যালের ছাত্রদের মাখে যৌন শিক্ষাকে সমর্থন করতে পারে, যেখানে কিছু ক্যাথলিক চার্চের ক্ষেত্রে বিবেচনা করা হয় যে তারা বিশ্বাস করে, ছাত্রীদের যৌন এবং যৌনতা বিষয়ে শিক্ষা প্রদান, তাদের কেবল অবাঞ্ছিত গর্ভধারণের দিকে ঠেলে দেয়也许吧,我实在很难想像,这位神父会支持在中小学提供性教育课程,毕竟许多天主教会人士认为,让学生接触性与性别资讯,将会导致更多意外怀孕情况。