# | ben | zhs |
---|
1 | উগান্ডা: পাহাড়ী গরিলার সংখ্যা হয়তো কমে আসছে | 乌干达:山地大猩猩数量可能下修 |
2 | আমরা সব সময় জেনে এসেছি যে এখনও পৃথিবীর বিভিন্ন জঙ্গলে ৭০০ পাহাড়ী গরিলা (আকারে সবচেয়ে বড় এবং শক্তিশালি গরিলা) জীবিত আছে, যার মধ্যে ৩৩৬ টি বর্তমানে বাস করছে উগান্ডায়। কিন্তু নিউ সায়েন্টিষ্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ নির্দেশ করছে সংখ্যাটি যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কমই। | 我们一直认为大约有700只山地大猩猩(Mountain Gorilla)今天仍存活在野外─其中336只在乌干达─但在新科学家期刊(New Scientist)发表的一份新的研究指出,这数据可能有点乐观。 |
3 | ধারণা করা হয় ৩৩৬ টি গরিলার বাস উগান্ডার বুইন্ডি সংরক্ষিত জাতীয় পার্কে। সেখানে গরিলার সংখ্যা পরিমাপের জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। | 原先被认为居住在乌干达布温迪国家公园(Bwindi Impenetrable National Park)内的336只个体,当初估算的方式是计算这种威严的灵长类每晚搭盖的巢数。 |
4 | এই পদ্ধতিতে দেখা হয় এই রাজকীয় বানর প্রজাতিরা প্রতিরাতে কতটি বাসা বানায়। | 新的研究报告指出,这种方式可能高估了族群中的个体数,因为大猩猩一个晚上不仅仅筑一个巢。 |
5 | এখন নতুন এক গবেষণা ধারণা দিচ্ছে যে বাসা দিয়ে গরিলা গোনার পদ্ধতিতে গরিলার সংখ্যা বেশী ধারণা করা হতে পারে, বিশেষ করে যখন একটি গরিলা এক রাতে একের বেশী বাসা বানাতে পারে। | |
6 | পাওলা কাহুমবু গরিলা রক্ষা ব্লগে লিখছেন এই রিপোর্ট সমন্ধে: | Paula Kahumbu在大猩猩保护博客里说到这份报告: |
7 | সম্প্রতি জার্মানির লাইপজিগে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিউিট ফর এভালিউশনারি এনথ্রোপোলজির ক্যাটেরিনা গুসচেনস্কি গরিলার মল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে আবিস্কার করেছেন আসলে অনেক কম মাউন্টেন গরিলা অবিশিষ্ট রয়েছে। | |
8 | তিনি ৩০২ টি আলাদা জেনেটিক কোড বা জীনের ধারক বিশিষ্ট গরিলা পেয়েছেন। তিনি ধারনা দেন বাসা হিসেব করে গরিলার সংখ্যা বের করার মধ্যে দিয়ে পরিমানের চেয়ে বেশী গরিলা জীবিত আছে বলে ধরে নেওয়া হয়েছে, কারণ কিছু গরিলা এক রাতে একের বেশী বাসা বানায়। | 位于德国莱比锡的马斯普朗克演化人类学研究所(Max Planck Institute for Evolutionary Anthropology)的Katerina Guschanski最近所执行一份对粪便做的DNA测试…显示出山地大猩猩的数量实际上远远少于预估。 |
9 | এর আগে ২০০৭ সালে এক ডিএনএ গবেষণায় দেখা গেছে এই এলাকায় ৩৪০ টি গরিলা রয়েছে। এই ঘটনা একটা ধারণা দিচ্ছে যে বুইন্ডি বাসীর গরিলার সংখ্যা শতকরা ১০ ভাগ কমে গেছে। | 她找到302只个别的遗传密码或大猩猩个体的证据,推测计算巢数方式会高估族群大小,因为某些大猩猩不止造一个巢。 |
10 | তবে বিজ্ঞানীরা সর্তক এবং এখনই গরিলার জনসংখ্যা কমে যাওয়া বা স্থির থাকার ঘোষণা দিতে রাজী নয়। | 先前的一份DNA研究报告─在2007年─估计出族群数在340只个体。 |
11 | পাওলা বলেন: | 这指出布温迪的族群要下修10%。 |
12 | বুইন্ডির এই গরিলা জনগোষ্ঠী কমে যাওয়া কোন ভালো সংবাদ নয়। | 然而科学家很谨慎,尚未准备要发布族群数量下修或是持平。 |
13 | তবে এটি সত্যি যে বুইন্ডির গরিলা জনগোষ্ঠী ক্রমশ: কমে আসছে। | 假如布温迪族群数量真的下修,那么这不会是个好消息。 |
14 | এটি আসলে পাহাড়ী গরিলাদের জন্য দু:সংবাদ। | Paula说: |
15 | ধারণা করা হচ্ছে সারা পৃথিবীতে এখন কেবল ৭০০ টি পাহাড়ী গরিলা টিকে আছে। বিষয়টি জানায় যে গোটা পৃথিবীর গরিলার সংখ্যা শতকরা ৫ ভাগ কমে এসেছে। | 若是布温迪族群数量缩减,那么这对山地大猩猩来说是个坏消息─据估计现存大约仅有700只,这份研究推估全球族群数要下修至少5%。 |
16 | ২০০৯ এর ২রা জানুয়ারীতে লর্ডস রেজিস্ট্যান্স আর্মি (এলআরএ) গারাম্বা ন্যাশনাল পার্কে আক্রমণ করার পর মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত বেড়ে ১০-এ এসেছে। পূর্বে এ সম্বন্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে ১৪ জানুয়ারী এবং ১১ জানুয়ারীতে। | 与此同时,我们曾在1月11日与14日报导过在2009年1月2日上帝反抗军(LRA)对Garamba国家公园的攻击,死亡总数已经上升到10人。 |
17 | বারাজা ব্লগে প্রকাশিত সংবাদ অনুয়ায়ী তিনজন এখনও নিখোঁজ। | 根据Baraza博客报导,仍有3人下落不明。 |
18 | পরিস্থিতির শিকারদের চিহ্নিত করা হয়েছে এবং যারা মারা গেছে, আহত হয়েছে এবং হারিয়ে গেছে বারাজা তাদের জন্য এক বিশেষ ব্লগ পোস্ট করে তাদের তালিকা তৈরী করেছে। | 罹难者也已被指认出来,Baraza这篇特别的博客文章列出了遇害、受伤与失踪的人名。 |
19 | গেরিলা রক্ষা ব্লগ লরা এনকুনডার আটক হওয়া নিয়ে মন্তব্য করেছে। কঙ্গোর দলত্যাগী এই জেনারেল এবং বিদ্রোহী নেতাকে রুয়ান্ডার সামরিক বাহিনী গ্রেফতার করে। | 针对BBC所报导刚果叛变将军与反叛军领袖Laurent Nkunda已遭卢安达军方逮补一事,大猩猩保护博客也评论说,可能真的有益于大猩猩的保育。 |
20 | এই ঘটনাটিও আসলে গেরিলা সংরক্ষণের জন্য ভালো। | 校对:Soup |