# | ben | zhs |
---|
1 | কিউবা: সবুজ নগরের রক্ষক | 古巴:城市绿地的守卫 |
2 | ২০০৬ সালের ডিসেম্বরে কিউবার রাজধানী হাভানার সান অগাস্টিন অঞ্চলে একটি শতবর্ষী সেইবা গাছ কেটে ফেলা হয়েছিল। | 2006年12月,在古巴首都哈瓦那的圣阿古斯丁地区,一棵有百年历史的木棉树被砍了。 |
3 | কিন্তু সেটি গাছের চেয়েও বেশি কিছু ছিল। | 这不只是普通的树,它是这个加勒比海国家和文化遗产的象征。 |
4 | এটি নগরের প্রতীক এবং এই ক্যারিবীয় দেশটির একটি দর্শনীয় বস্তু ছিল। | 这一个感伤的事件启发了一群古巴的年轻人于2007年1月成立El Guardabosques(森林守卫或护林员),以“有助于更好地管理绿地”为使命。 |
5 | এই দুঃখজনক ঘটনাটি ২০০৭ সালের জানুয়ারিতে তরুণ কিউবানদের একটি অংশকে এল গার্ডাবস্কস (অরণ্য রক্ষক) নামে একটি সংগঠন গড়তে উদ্বুদ্ধ করেছে যার মূল লক্ষ্য “সবুজায়নের সুব্যবস্থা করা”। | El Guardabosques透过电子邮件向上百人报告木棉树的死亡,其中也包含了政府机构。 “得到的反应令人难以置信”,环保组织的创始人Isbel Díaz说,“这促使我们展开第一个行动:编辑电子通讯。” |
6 | ইসাবেল ডায়াজ, এল গার্ডাবস্কস এর প্রতিষ্ঠাতা | 该团体目前发行免费的电子通讯“谴责城市中的生态破坏。” |
7 | এল গার্ডাবস্কস সেইবা গাছটির কর্তনের কথা জানিয়ে শত শত ইমেইল করেছে যার মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। | El Guardabosques的创始人Isbel Díaz |
8 | “অবিশ্বাস্য প্রতিক্রিয়া।” | 该计划的成员了解科技和虚拟網絡在创立社群时所扮演的角色。 |
9 | এই পরিবেশবাদী দলটির প্রতিষ্ঠাতা ইসাবেল ডায়াজ বলেন, “এবং এটা আমাদেরকে প্রথম ধাপ ডিজিটাল সংবাদবাহী পত্র (নিউজলেটার) সম্পাদনে অনুপ্রেরণা দিয়েছে।” | Isbel Díaz说,網絡可以让你建立“自己的沟通管道来谴责私人或国家机构破坏环境的违法或规避法律的行为。” |
10 | এই দলটি “নগর পরিবেশের উপর পরিবেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন্য” এখন বিনামূল্যে একটি ডিজিটাল সংবাদবাহী পত্র প্রকাশ করেছে। | El Guardabosques因此而诞生,这是一个非组织性的社群,由对大自然充满热情的人们组成[es]: |
11 | এই প্রকল্পের সদস্যরা একটি সমাজ গড়তে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরেছেন। | 起初以五人为核心,现在增加至圣奥古斯丁的所有居民,也加入了更多的人和团体。 |
12 | ইসাবেল ডায়াজের বক্তব্য অনুসারে, “নেটওয়ার্কগুলো আপনাকে বেসরকারি বা রাষ্ট্রীয় যে কোন প্রতিষ্ঠানের আইন লঙ্ঘন বা গুপ্ত অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যোগাযোগ চ্যানেল গড়তে সাহায্য করে।” | 有些人只种了一棵树,就不再出现,也有些人几乎参与了我们的所有活动。 |
13 | এভাবে এল গার্ডাবস্কস গঠিত হয়, যেখানে অপ্রাতিষ্ঠানিক প্রকৃতিপ্রেমীরা অন্তর্ভুক্ত: | 这个计划最重要的一点是它着重在包容性和自主参与。 |
14 | প্রাথমিকভাবে পাঁচজন থেকে এখন সান অগাস্টিনের সকল বাসিন্দারাসহ আরো মানুষ ও দল এতে অংশ নিচ্ছে। | 不论参与者的年龄、性别、性取向、宗教信仰、政治派别、经济地位等皆可参与EL Guardabosques。 |
15 | কিছু লোককে শুধু মাত্র একটা গাছ লাগানোর পর আর দেখা যায় নি, এবং আরো অনেকেই আছে যারা আমাদের প্রায় সব কাজেই অংশ নিয়েছে। | 五年多以来,EL Guardabosques在网际網絡上的电子通讯发布了数百场行动,如清洁河流、海洋、垃圾填埋场。 |
16 | এই কার্যক্রমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় সর্বসাধারণের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ। | 此外,社区计划重点在种植和爱护树木。 |
17 | এল গার্ডাবস্কসে অংশগ্রহণের জন্য বয়স, লিঙ্গ, ধর্ম, রাজনীতি বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোন বিধিনিষেধ নেই। | 目前El Guardabosques电子通讯发送至将近一千个电子邮件信箱。 |
18 | নদী, সাগর ও ভূমি সংস্কার এবং এর সাথে মূলত বৃক্ষ রোপণ ও পরিচর্যার উপর জোর দেয়ার জন্য পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেটে এই নিউজলেটার প্রশংসিত হচ্ছে। | 其中78%是从内部網絡连上网际網絡的古巴居民,他们主要来自大学、研究机构、文化和艺术机构。 |
19 | বর্তমানে, এল গার্ডাবস্কসের একটি নিউজলেটার প্রায় ১০০০টি ইমেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে। এর মধ্যে আটাত্তর শতাংশ হল কিউবার অভ্যন্তরীন নেটওয়ার্ক বিশেষ করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইন্টারনেট ব্যবহারকারী। | 他们还参与了一些活动,像是由Hermanos Saiz Association发起的“我们思考古巴(We think Cuba)”。 |
20 | এই দলটি হারমানোস সেইজ সংগঠন কর্তৃক পরিচালিত “আমরা কিউবাকে নিয়ে ভাবি,” নামক সমিতির সাথে অংশ নিয়েছে। | 种植Anacagüita。 |
21 | একটি অ্যানাকাগুইতা রোপণ। ছবি: ইসাবেল ডায়াজের সৌজন্যে | 照片:Isbel Díaz提供 |
22 | ২০০৯ সালের জুনে, এল গার্ডাবস্কস রেড প্রতাগনিকা অবজারভেতোরিও ক্রিতিকো [es] নামক একটি নেটওয়ার্কে এসেছে যেখানে যেখানে শৈশবকালীন বিষয়বস্তু, লিঙ্গ বৈষম্য, প্রতিযোগিতা, তথ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কিত ডজনখানেক কর্মশালা রয়েছে। | 2009年6月,El Guardabosques加入Red Protagónica Observatorio Crítico[es]網絡。 该網絡的相关计划包含儿童问题、性多样,种族,信息,文化推广等议题。 |
23 | অংশগ্রহণকারীরা একটি নার্সারিতে একটি অ্যানাকাগুইতা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের চতুর্থ সমাবেশ করেন। | 参与者于2010年第四次会议的开幕典礼中,在苗圃种下了Anacagüita树。 |
24 | নিউজলেটারের ভাষ্য অনুযায়ী: | 电子通讯内容指出: |
25 | | Trabajadoras del centro, encabezadas por su amable directora, niños de la comunidad, miembros de la Red Protagónica Observatorio Crítico, e invitados al evento decidimos colectivamente el mejor sitio para sembrar el arbolito, cavamos el hoyo, y sembramos y regamos la planta. |
26 | বন্ধুভাবাপন্ন পরিচালক, শিশু-কিশোর, রেড প্রতাগনিকা অবজারভেতোরিও ক্রিতিকোর সদস্য এবং অতিথি দ্বারা পরিচালিত এই কেন্দ্রের কর্মীরা একত্রে গাছের চারা রোপণের জন্য সর্বোৎকৃষ্ট স্থান নির্বাচন করেছে। | 中心的工作人员与上级、社区的儿童、Red Protagónica Observatorio Crítico的成员、来宾共同决定决定小树的最佳栽种位置。 |
27 | আমরা গর্ত খুঁড়েছি, গাছটি রোপণ করেছি এবং তাতে পানি দিয়েছি। | 我们挖洞、种植、浇水。 |
28 | সান অগাস্টিনে সেইবা গাছটির ধ্বংস পারস্পরিক সমর্থক ও পরিবেশবাদীদের সমন্বয়ে এরকম একটি অসাধারণ নেটওয়ার্ক গঠনে উদ্বুদ্ধ করেছে। | 受到圣阿古斯丁木棉树的死亡激发,人们相互扶持,创造了一个美好的组织,支持环境保护。 |
29 | এল গার্ডাবস্কসও এর পরিবেশবাদী নেটওয়ার্কের সম্প্রসারণ করেছে এবং অন্য কর্মশালা বিনিময়ের জন্য জায়গা করে দিয়েছে। | El Guardabosque也扩大了其环保網絡,创造了与其他计划的交流空间。 校对:Portnoy |