# | ben | zhs |
---|
1 | অ্যাঙ্গোলা: একদা রোক সান্তেইরোতে | 安哥拉:市场迁移改建计划 |
2 | লুয়ান্ডাতে বড় বাজার। | 首都市场照片来自Flickr用户BRamirez37,依据创用CC授权使用 |
3 | ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী বিরামিরেজ৩৭, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত। বিখ্যার ব্রাজিলের সোপ অপেরা (যা নাটক পাগল অ্যাঙ্গোলাবাসীদের কাছে খুব জনপ্রিয় ছিল) থেকে আসা নাম রোক সান্তেইরো বাজার আফ্রিকার সব থেকে বড় খোলা বাজার হিসাবে বিখ্যাত। | 安哥拉Roque Santeiro市场的名称源自一部巴西知名肥皂剧,风靡许多安哥拉观众,此地是非洲最大露天市集,每天交易金额无数,只要想买任何商品,都能在此处寻获,不过这座市场存在的时间已所剩无几,首都政府计划将市场从Sambizanga,搬迁至市区北方约30公里的Panguila,迁移日期尚未决定。 |
4 | এই বাজারে প্রতিদিন হাজার হাজার ডলারের লেনদেন হয়, আর কল্পনায় ধারণক্ষম সকল জিনিষের কেনাবেচার প্রধান স্থান হিসাবে গন্য হয়। সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে এই বাজারের আয়ু কমে গেছে। | 这座市场于八零年代成立于现址,当时安哥拉仍受战乱所苦,粮食相当有限,当初规划时,原本打算仿效Boa Vista市场,演变至今,几乎各种商品都能在此找到踪迹,若知道门路,甚至还能买到枪枝、军火,也能找到成人或儿童性服务。 |
5 | লুয়ান্ডার সরকার পরিকল্পনা নিয়েছে এই বাজার সাম্বিজাঙ্গা থেকে পাঙ্গুইলা অঞ্চলে সরানোর, যা লুয়ান্ডার ৩০ কিমি উত্তরে অবস্থিত। | 许多安哥拉家庭都仰赖这座市集维生,也是许多罪犯的避风港,让市场因而背负恶名。 |
6 | স্থানান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। | 一位巴西人在Angola Drops博客一篇旧文写道: |
7 | ১৯৮০র দশকে রোক সান্তেইরো বাজার বর্তমান স্থানে প্রতিষ্ঠিত হয়, যে সময়ে দেশটা যুদ্ধ বিক্ষত ছিল আর বস্তুসামগ্রী দুর্লভ ছিল। | 我和两名巴西同事、一名安哥拉同事前往Roque Santeiro市场,这里以全球最大市集闻名,长1. |
8 | প্রাথমিকভাবে বোয়া ভিস্তা বাজারের মতো ডিজাইন করা এই বাণিজ্যিক এলাকা হয়ত একমাত্র স্থান ছিল যেখানে সব কিছু অল্প হলেও পাওয়া যেত- যদিও লুকানো অবস্থায়, যার মধ্যে বন্দুক আর হাতিয়ার পাচার হতো - এছাড়া প্রাপ্তবয়স্ক আর শিশু যৌন সেবা পাওয়া যেত। | 5公里、宽1公里,相当于500座足球场,容纳5000个摊贩,几乎没有任何基础建设,每间「商店」都有一块泥地,若有屋顶,最好者为几张旧锡板,但通常只是塑料布。 |
9 | বর্তমানে, রোক সান্তেইরো বাজার অ্যাঙ্গোলার অনেক পরিবারের বেঁচে থাকার উপায়। একই সময়ে, এই বাজার অপরাধীদের তীর্থস্থান যারা এই বাণিজ্যিক এলাকার বদনাম এনেছে। | 这里显然什么都有得买,一进到入口,就经过许多蔬果摊,直接用布铺在地上做生意,一旁还卖着罐头食品、炖牛肉、美乃滋及其他小食,主要以烤香蕉居多。 |
10 | অ্যাঙ্গোলা ড্রপস ব্লগের ব্রাজিলিয়ান ব্লগার পুরোনো একটি প্রতিবেদনে এই বাজারের বর্ণনা দিয়েছেন [পর্তুগীজ ভাষায়]: দুইজন ব্রাজিলের আর একজন অ্যাঙ্গোলার সহকর্মীর সাথে আমি রোক সান্তেইরো বাজারে গিয়েছিলাম, যেটা বিশ্বের সব থেকে বড় বাজার হিসাবে খ্যাত। | 既然这是座大型露天市集,理论上不该出现电影院,但这座电影院共有两个厅,用木头和塑料布搭建而成,每个厅共有50个座位,目前正在上映威尔史密斯(Will Smith)主演的Seven Pounds,29吋的屏幕就放在前面的高台上,大帐蓬里相当黑,观众坐在没有靠背的木长凳上。 |
11 | এটি এক কিলোমিটার আর দেড় কিলোমিটার মাপের একটি এলাকায় ৫০০ ফুটবল মাঠের সমান যেখানে ৫০০০ বিক্রেতা বসে। | Roque Santeiro市场照片来自Menina de Angola |
12 | অবকাঠামো খুবই কম: প্রত্যেক দোকানে মাটির মেঝে, আর সব থেকে ভালো ছাঁদ পুরানো টিনের শিটের, কিন্তু বেশীরভাগ হচ্ছে ছাউনি। অবশ্যই যে কোন কিছু এখানে বিক্রি হয়। | 由于安哥拉首都近期发展迅速,市场新计划自然令许多每日前来的摊贩不满,政府打算将市集移至另一区,藉此重新规划首都地区,让居民感觉更现代、更安全,Menina de Angola博客的作者认为: |
13 | ঠিক প্রবেশের মুখে তরকারি মাটিতে কাপড় বিছিয়ে বিক্রি করা হচ্ছে, ক্যানের খাবার, গরুর মাংসের স্টু, ম্যায়োনেজ আর তৈরি খাবার মূলত ঝলসানো স্থানীয় কলা পাওয়া যাচ্ছে। | |
14 | আর যেহেতু রোক সান্তেইরো বাজার বড় খোলা বাজার, এখানে অবশ্যই সিনেমা হলের অভাব থাকতে পারে না। সিনেমা হলটি দুই কামরার যা কাঠ আর ছাউনি দিয়ে তৈরি, যেখানে প্রত্যেকটি রুমে ৫০ জন করে বসতে পারে। | 全球最著名的市场即将落幕,政府终于要将所有摊贩移至经过规划的Panguila地区,当地附有餐厅、银行及最重要的卫生设备,政府希望未来能重整旧址,从危机又暴力的小区,转型为充满现代、昂贵建筑物的商业区。 |
15 | এখন উইলস স্মিথের সেভেন পাউন্ডস দেখাচ্ছে উঁচু একটি টেবিলে ২৯ ইঞ্চি স্ক্রিন বসিয়ে। বিরাট তাঁবু যথেষ্ট অন্ধকার, আর সবাই পিছন ছাড়া কাঠের বেঞ্চে বসে দেখেন। | Roque Santeiro市场里的安哥拉女子,照片来自Yan Boechat,依据创用CC授权使用 |
16 | রোক সান্তেইরো বাজার। ছবি তুলেছেন মেনিনা দে অ্যাঙ্গোলা। | Morro da Maianga博客列出关闭这座知名市集的可能后果: |
17 | শহরব্যাপী উন্নয়ন যেটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে তার বদৌলতে, রোক সান্তেইরো বাজার নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে যেটি স্বাভাবিকভাবে যেসব বিক্রেতা প্রতিদিন সেখানে তাদের জিনিষ বেচতে যায় তাদের ক্ষুব্ধ করছে। | |
18 | বাজারটিকে শহরের আর এক স্থানে সরানোর সরকারী চিন্তার পিছনের কারন হচ্ছে লুয়ান্ডা শহরকে স্বীকৃতি দেয়া, এটিকে আরো আধুনিক বানানো আর তার নাগরিকদের জন্য আরো নিরাপদ করা। মেনিনা দে এঙ্গোলা ব্লগের লেখক পরিস্থিতি এইভাবে দেখছেন: | 更多苦难、更多社会不平等、更多混乱、更多扒手、更多不良行为、更多犯罪、更多暴力、更多危险、更多房地产炒作机会。 |
19 | বিশ্বের সব থেকে জনপ্রিয় বাজার শেষ হয়ে যাচ্ছে। | 他在文末警告: |
20 | পরিশেষে সরকার সকল বিক্রেতাকে পাঙ্গিলাতে সরাবেন যেটি সুসংঘবদ্ধ এলাকা যেখানে রেস্টুরেন্ট, ব্যাঙ্ক আর সব থেকে গুরুত্বপূর্ণ যথাযথ পয়োনিষ্কাশনের ব্যবস্থা আছে। | |
21 | এই সরকারী স্থানান্তর প্রোগ্রামের অংশ সাম্বিজাঙ্গাতেও পরিবর্তন আনা, যেটা এই বিপদজনক আর ভয়ঙ্কর এলাকাকে আধুনিক বাণিজ্যিক এলাকায় পরিণত করবে বেশ অনেক আধুনিক আর খুব দামি বাড়ি দিয়ে। | |
22 | রোক সান্তেইরো বাজারে অ্যাঙ্গোলার নারী। | 未来连警方都会回避责任。 |
23 | ছবি তুলেছেন ইয়ান বোয়েচাট, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত। | 虽然摊贩显然不愿搬迁至设备可能更现代的地点,市集行政人员相信过程会很平和。 |
24 | মোররো দা মায়াইঙ্গা [মাইয়াঙ্গা পাহাড়ী এলাকা, পর্তুগীজ ভাষায়] ব্লগের লেখক কিছু সম্ভাব্য ঘটনার কথা তালিকা করেছেন জনপ্রিয় এই বাজার বন্ধের কারনে যা ঘটতে পারে: | |
25 | আরো কষ্ট/ সামাজিকভাবে একঘরে করা, আরো রাস্তায় ডাকাডাকি/ শহুরে গন্ডগোল/ আরো দুস্কৃতি/অপরাধ/মারামারি, আরো স্থায়ীত্ব হীনতা, আর রিয়াল এস্টেট নিয়ে চিন্তার আরো সুযোগ। পোস্টের শেষে ব্লগার সাবধান করে দিয়েছেন: | 若想看看市集新址,请见:http://www.youtube.com/watch? |
26 | পরে (কেবল) পুলিশ নিজেকে দায়িত্ব থেকে আলাদা করে নেয়না। | v=sq1n72IYnzI |
27 | কথিত আধুনিক স্থানে যাওয়ার ব্যাপারে বিক্রেতার পরিষ্কার বিরক্তি সত্ত্বেও বাজার প্রশাসক মনে করেন এই স্থানান্তর শান্তিপূর্ন হবে। | |
28 | নতুন বাজার যে স্থানে স্থাপিত হবে সেটা দেখার জন্য, যান: http://www.youtube.com/watch? v=sq1n72IYnzI | 校对:Soup |