# | ben | zhs |
---|
1 | জাপান: হে জ্বরের সময় এসেছে যদি এমন হতো যে বাতাসে শুধু ভালোবাসা থাকতো। | 日本:又到花粉热季节 |
2 | বসন্ত ধীরে ধীরে আসছে, আর জাপানী সেডার গাছ থেকে পরাগরেণু ভাসছে। | [除另标示,本文连结皆为日文] |
3 | জাপানে আনুষ্ঠানিকভাবে কাফুনশো (হে জ্বর) ঋতু শুরু হয়েছে। পড়ে থাকা ভ্যালেন্টাইনের চকোলেট একধারে করা হয়েছে দোকানে কাফুনশো সংশ্লিষ্ট জিনিষের জন্যে জায়গা করতে: টিস্যু, ডাক্তারি মুখোশ, মিন্টের ফোটা আর আরো অনেক কিছু। | 有时真希望空气中只有爱[英文],随着春季缓步到来,日本雪松的花粉也开始弥漫,花粉热季节正式在日本展开,情人节巧克力在便利商店货架上已经退位,改为陈列花粉热相关商品,诸如面纸、外科口罩、薄荷糖等。 |
4 | পুরানো রুগীরা তাদের ঔষধ এনে রাখে আর নতুনরা প্রত্যেক হাঁচি পরিক্ষা করে এই ভেবে যে এই বছরে তার ‘কাফুনশো শুরু' হবে কিনা। | |
5 | “হে জ্বর ঋতু শুরু হয়েছে” কালান্দ্রাকাস এর তোলা ছবি | 有花粉热这项老毛病的民众早已备齐各种药品,新手则仔细观察自己每次打喷嚏,以确定今年是否为自己的「花粉热元年」。 |
6 | অনেক হিসাব আছে যে জনসংখ্যার কত ভাগ কাফুনশোতে আক্রান্ত হয়- সংখ্যাটি ১৫-৩০% এর মধ্যে ওঠানামা করে আর বড় শহরে বেশী দেখা যায় এটি। | |
7 | অর্থনীতির উপরে কাফুনশোর প্রভাব বেশ জোরালো বলে শোনা যায়” দায়-ইচি জীবন গবেষনা ইন্সটিটিউট এর একটা জনপ্রিয় রিপোর্ট অনুসারে কাফুনশো জিডিপির বাড়ার হার ০. | |
8 | ৬% কমিয়ে দিয়েছিল ২০০৫ সালে। | 「花粉热季将至」照片来自kalandrakas |
9 | ব্যক্তিগত খরচ কমে যায় এ রোগের প্রকোপ হলে কারন মানুষ ঘরের ভিতরে থাকতে চায় আর মনোযোগ দেয়ার ক্ষমতা কমে যাওয়ার কাজের ক্ষমতা হ্রাস পায়। | |
10 | ১৩ই ফেব্রুয়ারি আবহাওয়া এজেন্সি ঘোষণা দিয়েছিল বছরের প্রথম জোরালো দক্ষিণা বাতাস “হারু ইচিবান” যা বাতাসের আগমনী জানায় তার আসার খবর। অনেক ব্লগার কাফুনশোর আগমনকে ভয়ের সাথে দেখছিলেন। | 各界对日本罹患花粉热民众比例说法不一,通常介于15%至30%之间,都会区比例通常较高,花粉热对经济据说影响深远,外界常引用「第一生命经济研究所」报告指出,花粉热使日本2005年GDP成长率降低0. |
11 | ইটারনাল নেম এর একটা ব্লগ পোস্ট তার উদাহরণ: এখন বছরের ওই সময় আবার। | 6%,民众尽量待在家中损及个人消费力,无法专心也影响劳动力。 |
12 | আমার জন্য বছরের সব থেকে মন খারাপ করা ঋতু - কাফুনশোর সময়। কিছু মানুষ নাক বা চোখে আক্রান্ত হয়, কিন্তু আমার দুইটাই হয় আর এটা সহ্য করা বেশ কঠিন। | 日本气象厅每年会公布春季第一道强劲南风吹起的日期,做为春季「正式」到来之始,今年在2月13日宣布前一周,便已有许多博客作者紧张地准备面对花粉热季节开始。 |
13 | আমাকে বাইরে গিয়ে চোখের ড্রপ, মুখোশ, ঔষধ, দই কিনতে হবে… | eternal_name的文章即为典型例子: |
14 | উচ্চ মাধ্যমিক ছাত্রী মিজুকা ইউকিজাওয়া, যে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার জন্য পড়ছে, হাহাকার করেছেন: এরই মধ্যে পরাগরেণু উড়ছে… আমি কাঁদবো যদি আমার পরীক্ষার দিন এর প্রকোপ আরও বেশী হয়। | 又到了一年的这个时候,花粉热季节对我是一年中最忧郁的时刻,有些人只有眼或鼻会出现症状,我是两者皆有,所以格外难过,我得先出门去买眼药水、口罩、药品、酸奶… |
15 | যদি বিশ্ববিদ্যালয়গুলো কাফুনশোকে বিবেচনায় নিত। | 正准备大学入学测验的高中生Mizuka Yukizawa感叹: |
16 | কাফুনশো থেকে না ভোগা পৃথিবীতে থাকা কতো বড় সুবিধার হতো… সো এর মন খারাপ কিন্তু একে সে মেনে নিয়েছে: | 花粉已经开始四处飘散…让我想流鼻水,若考试当天情况很严重,我一定会哭出来,我希望大学会将花粉热症状纳入考量,不受花粉热影响肯定是一大优势… |
17 | দুই বছর আগে, আমি যখনি এই সময়ে বাইরে যেতাম আমার চোখে পানি চলে আসত। | SOW很难过,但也接受现状,他表示: |
18 | এই বছরও এমন হলো, আর ঠিক যে দিন পরাগরেণু ওড়া শুরু হলো। আমি এটা নিয়ে চিন্তা করিনি কারন আমি এটাকে হিসাবে নিতে চাইনি, কিন্তু আমার এখন মনে হয় এটা অবশ্যই কাফুনশো। | 两年前开始,我只要在这个季节出门,双眼肯定刺痛无比,今年也是这样,从花粉一开始飘散就感觉疼痛,我之前不愿意相信,但我应该是得到花粉热。 |
19 | চিরো মামা ভাবছেন যে তার কুকুরের কাফুনশো হয়েছে কিনা। ইয়ুমিইয়ুমি ব্যাখ্যা করেছেন দই এর প্রভাব সম্পর্কে যে বিশ্বাস সেটাকে। | Chiro Mama怀疑她的狗出现花粉热,Yumeyume解释为何人们普遍相信酸奶有治疗效果,Usabuta介绍她今年尝试的疗法,并保证会回报疗效如何。 |
20 | উসাবুতা যে ঔষধ তিনি এই বছর ব্যবহার করবেন তা সম্পর্কে জানিয়েছেন আর ফলাফল জানাবার কথা দিয়েছেন। | 校对:Soup |