# | ben | zhs |
---|
1 | মালাউই: প্রথম ওয়েব পুরস্কার আর প্রেসিডেন্ট ফেসবুকার্স | 马拉威:第一届网路奖&总统的Facebook |
2 | প্রথমবারের মতো, মালাউইবাসীরা ভোট দেবে ‘২০০৮ মালাউই ওয়েব পুরস্কার‘ এর জন্য। | 本文原文发表于2008年12月13日 |
3 | পুরস্কার দেয়া হবে বিভিন্ন শ্রেনীতে যেমন ওয়েব উদ্যোক্তা, অনলাইন ব্রডকাস্টিং, মিউজিক ভিডিও, সামাজিক যোগাযোগ মিডিয়া, অনলাইন ম্যাগাজিন, ব্লগার, সাংবাদিক, ওয়েব শিল্পী ইত্যাদি। ইন্টারনেট ভিত্তিক না এমন সফলতার জন্যেও পুরস্কার আছে, যার মধ্যে আছে মালাউইর সব থেকে উজ্জ্বল ব্যক্তিত্ব আর আগামী দিনের নেতা। | 马拉威人将首次为「2008马拉威网路奖」举行票选,奖项包括网路企业家、线上广播、音乐影像、社会互动媒体、线上杂志、部落客、新闻记者和网路艺人,也会有非网路相关的奖项,包括最佳马拉威个人奖和明日领袖。 |
4 | আয়োজকদের ভাষায়: | 主办机构说到: |
5 | মালাউই ওয়েব পুরস্কারের কথা চিন্তা করা হয়েছিল মালাউইবাসীর গত কয়েক বছরের সাফল্যকে স্বীকৃতি দিতে। | 马拉威网路奖的构想是,对历年来马拉威人的贡献表示感谢。 |
6 | মালাউই বিশেষভাবে স্বীকৃতি দেয় সেইসব ব্যক্তিকে যারা দেশকে প্রকাশ করতে সাহায্য করেছেন আর আফ্রিকার উঞ্চ হৃদয়ের মানুষের যেসব বিষয়ে সমস্যা হচ্ছে তা তুলে ধরতে। | 马拉威网路奖主要表彰协助宣传马拉威,和提高非洲温暖之心居民的问题意识,今年的候选人提高马拉威多方面的意识(政治、文化、娱乐)。 |
7 | এই বছরে বাছাই করা ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি করছেন (রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন)। তিনটা ফরম্যাটে ঘোষণাটি প্রচার করা হয়েছে: কালেব ফিরির ব্লগ মালাউই কারেন্ট নিউজে, সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে একটা ইভেন্ট তৈরি করে, আর ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউবে। | 名单以三种方式宣布:Caleb Phiri名为Malawi Current News的部落格、交际网路网站Facebook 创设的事件和影像分享网站Youtube。 |
8 | যেসব মানুষ বাছাই হয়েছেন বিভিন্ন পুরষ্কারের জন্য তাদের মধ্যে আছেন হাজেল ওয়ারেন, একজন মালাউই মহিলা যিনি এই বছর বিগ ব্রাদার আফ্রিকা ৩ রিয়ালিটি টিভি অনুষ্ঠানে রানার আপ হয়েছেন, ব্লগার উইলিয়াম কামকোয়াম্বা আর ভিক্টর কাওঙ্গা, মালাউই জাতীয় ফটবল দলের কোচ কিন্নাহ ফিরি, বেশ কয়েকজন টেলিভিশন আর রেডিও ব্যক্তিত্ব, আর গানের শিল্পী যেমন লরেন্স এমবেঞ্জেরে যাকে নীচের ভিডিওতে দেখানো হয়েছে: | 在众多候选人里,有一位马拉威女性Hazel Warren,成为2008年Big Brother Africa 3真人秀的亚军,部落客William Kamkwamba和Victor Kaonga是马拉威国家足球队的教练,Kinnah Phiri是数个电视和电台的名人,而音乐艺人Lawrence Mbenjere的报导在以下的影片中: 每个奖项的投票时间持续到2008年12月19日的22:00 GMT。 |
9 | প্রত্যেক ক্যাটাগরিতে ভোট করার সময় আছে ১৯ ডিসেম্বর ২০০৮ রাত ২২০০ জিএমটি পর্যন্ত। | 结果将在2008年12月22日公布于部落格Malawi Current News。 |
10 | ফলাফল ডিসেম্বর ২২, ২০০৮ এ ঘোষণা হবে মালাউই কারেন্ট নিউজ ব্লগে। | 第一届马拉威网路奖起始于马拉威前总统,Dr. |
11 | মালাউইর প্রথম ওয়েব পুরস্কারের খবর এসেছে সপ্তাহের প্রথম দিকে মালাউইর ভূতপুর্ব প্রেসিডেন্ট ড: বাকিলি মুলুজির ঘোষণার পরে যে তিনি একটা ফেসবুক প্রোফাইল তৈরি করেছেন, বিশ্বের তরুণ মালাউইদের সাথে যোগাযোগের উদ্দেশ্য নিয়ে। | Bakili Muluzi宣布他设立了Facebook简介,目的是与全世界的马拉威年轻人交流。 除了 Facebook简介,Dr. |
12 | ফেসবুক প্রোফাইল থাকার সাথে সাথে ড: মুলুজি তার সমর্থকদের জন্য একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছেন। | Muluzi也为他的支持者设立了Facebook群组。 马拉威现任总统Dr. |
13 | মালাউইর বর্তমান প্রেসিডেন্ট ডঃ বিঙ্গু ওয়া মুথারিকারও ফেসবুক ভক্তের গ্রুপ আছে, যা মে ২০০৮ থেকে দেখা যাচ্ছে। | Bingu wa Mutharika也有一个创立于2008年5月的Facebook仰慕者群组。 校对:Portnoy |