Sentence alignment for gv-ben-20100402-10140.xml (html) - gv-zhs-20100403-4887.xml (html)

#benzhs
1রাশিয়া: মস্কো সাবওয়ে বোমা হামলার প্রাথমিক খবর俄罗斯:莫斯科地铁爆炸案初步报导
2মস্কোর সোমবার সকালের রুটিন আজ ২৯শে মার্চ সকালে ভেঙ্গে গিয়েছিল সাবওয়েতে দুটি আত্মঘাতী হামলার ফলে, যার ফলে অন্তত ৩৮ জন নিহত আর ৭০ জন আহত হয়েছেন (অনেক ছাত্র ছিলেন, ৪০ বছরের কম বয়সের)।3月29日,两起地铁自杀式爆炸案扰乱了莫斯科周一例行生活,造成至少38人死亡、70人受伤(其中有许多40岁以下的学生)。
3আত্মঘাতী হামলা দুইজন মহিলা চালান যারা কথিত উত্তর ককেশাস বিদ্রোহীদের সাথে সম্পর্কিত।此爆炸案是由两名女性所为,据称她们是北高加索区分离势力的成员。
4ব্লগাররা সর্বপ্রথমে এই দুর্ঘটনার কথা জানানো শুরু করে এবং একমাত্র স্থির মিডিয়া হিসাবে কাজ করে কারণ মূল সংবাদ ওয়েবসাইট উচ্চ ট্রাফিকের কারনে সাড়া দিতে ব্যর্থ হয় আর টিভি চ্যানেল খুব আস্তে আস্তে কাজ করেছে।博客最先散布此悲剧的消息,也成为唯一稳定可信的媒体。 主要新闻媒体网站因为流量过大而停止回应,电视频道则无法在第一时间整理好新闻素材。
5টুইটার ব্যবহারকারী ক্রাসনোভা লক্ষ্য করেছেন, টুইটার হ্যাশট্যাগ #মেট্রো২৯ প্রতি সেকেন্ডে ৪০টি টুইট পাচ্ছিল যেখানে টিভি চ্যানেল মাত্র ৪টা গল্প তৈরি করতে পেরেছিল।推特使用者Krassnova注意到,推特中用来标注线索主题的井号(#)标签#metro29一秒钟有40则回应,而电视新闻频道只能够准备出4条新闻。
6দুই ঘন্টার কম সময়ে মেট্রো২৯. রু ওয়েবসাইট প্রতিষ্ঠা করা হয়েছে ঘটনা জানানোর জন্য।在短短几小时之内,metro29.ru网站已经架设好来报导此事件。
7প্রথম একজন ব্লগার যিনি এই ঘটনা জানান তিনি মারিনা লিতভিনোভিচ (লাইভ জার্নাল ব্যবহারকারী এবস্ট্রাক্ট২০০১), সরকার বিরোধী একজন ব্লগার।Marina Litvinovich(亦是LJ使用者abstract2001)是一位反对党博客,也是最早散布此则新闻的博客之一,他贴出第一起爆炸案发生地卢比扬卡站的照片。
8তিনি লুবিয়াঙ্কা সাবওয়ে স্টেশন থেকে ছবি পোস্ট করেছেন, যেখানে প্রথম বিষ্ফোরণ ঘটে:卢比扬卡地铁站大厅,照片来自abstract2001。
9‘লুবিয়াঙ্কা' সাবওয়ে স্টেশনের লবি, ছবি এবস্ট্রাক্ট২০০১ এর সৌজন্যে此YouTube影片为第二起爆炸案发生地文化公园站乘客疏散的情形,由baranovweb提供。
10দ্বিতীয় বিষ্ফোরণ ঘটার স্থান পার্ক কুলটুরি সাবওয়ে স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া দেখা যাচ্ছে এমন একটি ইউটিউব ভিডিও আছে, যা পোস্ট করেছেন বারানোভোয়েব:资讯和交通暂时瘫痪紧接在爆炸案之后。
11কিছুক্ষণের জন্য তথ্য আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।当惊恐的莫斯科人开始打电话以确认亲友的安危,莫斯科中心的手机网络系统便因此瘫痪。
12আতঙ্কিত মস্কো বাসী যখন একসাথে খোঁজ নিচ্ছিলেন তাদের আত্মীয়, বন্ধুরা ঠিক আছেন কিনা তখন মস্কোর কেন্দ্রের সেল ফোন নেটওয়ার্ক ভেঙ্গে পড়ে।免费博客LJ使用者offnet抱怨,手机网络瘫痪的原因是官僚行事作风:即使在极端情况下,还要求重新导向手机基地台。
13লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী অফনেট অভিযোগ করেছেন যে সেলফোন ব্লাক আউটের কারণ হল একটি আমলাতান্ত্রিক রুটিন যেখানে এই চুড়ান্ত পরিস্থিতিতে প্রয়োজন ছিল একটা রি-ট্রান্সলেটর সেল স্টেশন স্থাপন করা।俄国博客及书签平台Habrahabr使用者rubyrabbit则完整记录了主要新闻媒体网站停止运作的情形。
14হাব্রাহাব্র ব্লগিং প্লাটফর্ম ব্যবহারকারি রুবি‌র‍্যাবিট মূল সংবাদ ওয়েবসাইট ব্লাক আউটের পুরো একটা লগ তৈরি করেছেন।莫斯科地铁索考勒尼切斯卡娅线(红线)因配合调查而全线关闭。
15সকোলনিচেস্কায়া (লাল) সাবওয়ে লাইন তদন্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।博客贴出k 影片,内容是关于卡姆索莫利斯卡娅站的拥挤状况。
16কোমসোমোলস্কায়া স্টেশনে যানযটের ছবি ব্লগাররা পোস্ট করেন।同时,即使其他地铁线仍然开放,人们也开始审慎考虑究竟是否要搭乘地铁。
17একই সময়ে মানুষ মেট্রো ব্যবহারে সাবধানতা অবলম্বন করেন , যদিও অন্যান্য সাবওয়ে লাইন খোলা ছিল।知名博客Nikolay Danilov(也是LJ使用者nl)则贴上大批通勤族走路上班的照片。
18জনপ্রিয় ব্লগার নিকোলাই দানিলোভ (এলজে ব্যবহারকারী এনএল) ভিড়ের ছবি পোস্ট করেছেন যেখানে মানুষ তাদের কাজের জায়গায় যাচ্ছেন:莫斯科人往上班地点移动,Nikolay Danilov(nl)提供。
19মস্কোবাসী তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, ছবি নিকোলাই দানিলভের।电视频道不仅反应慢半拍,更遭指责报导此事件的态度不当。
20টিভি চ্যানেলের সংবাদ কেবলমাত্র ধীর গতিরই ছিল না তাদের এই ঘটনা প্রচারের মনোভাবের অভাবকেও দায়ী করা হয়েছে।另一名当红博客Anton Nossik(也是LJ使用者dolboeb)写道:
21আর একজন জনপ্রিয় ব্লগার, আন্টন নোসিক (এলজে ব্যবহারকারী ডোল্বয়েব) লিখেছেন:正午十二点钟,电视一号频道(Channel One)开始播出例行新闻节目。
22দুপুর ১২:০০ টায় চ্যানেল ওয়ান তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠান শুরু করেছে। কোন তাড়া ছাড়া তারা টোকিও (১৯৯৫), বাকু, প্যারিস, ডুসেলডর্ফ, লন্ডন এ সাবওয়ে বোমা হামলার কথা, [ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের] সমবেদনা সম্পর্কে, [ইউক্রেনের সাংসদদের] অ্যাঞ্জেলা মার্কেল, বারনার্ড কুশনারের পাঠানো সমবেদনা সম্পর্কে জানিয়েছে।他们先不疾不徐地播报了1995年东京地铁爆炸案以及其他城市如巴库(译者按:亚塞拜然城市)、巴黎、杜塞尔朵夫(译者 按:德国城市)、伦敦等地铁爆炸案,接着报导乌克兰总理亚努科维奇(Victor Yanukovich)以及乌克兰立委的慰问,还有来自德国总理梅克尔以及法国外交部长Bernard Kushner的慰问。
23তার পরে খুব দ্রুত তারা সংক্ষিপ্ত একটা রিপোর্ট দিয়েছেন মস্কোর সকল মূল ঘটনার, দেড় মিনিট দীর্ঘ: ৩৫ জন নিহত, ৭০ আহত, মেট্রো কোমসোমোলস্কায়া থেকে স্পোরটিভনায়া পর্যন্ত কাজ করছে না, কেন্দ্রে যানজট, সরকার সকল রাশিয়ার বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে তাগিদ দিয়েছেন।接着针对发生在莫斯科的重大事件简短报导了一分半钟:35人死亡、70人受伤,地铁从卡姆索莫利斯卡娅站到斯帕勒基夫娜娅站之间都 停止运作,市中心交通阻塞,政府命令加强俄罗斯各地机场维安。
24কয়েক সেকেন্ডের জন্য, তারা [সাংবাদিক] তিমুর সেরাজিভকে দিয়ে রিপোর্ট করিয়েছেন লুবিয়াঙ্কা স্কয়ার থেকে সরাসরি, আর তার পরে তারা স্বাস্থ্যকর খাবার, পেপসি, কোন একটা এন্টিস্ট্যাক (পায়ের রক্তসন্ঞালনের জন্যে ট্যাবলেট), চকলেট ইন্সপায়ারেশন, দ্যা লভড ওইয়ান জুস, সিন্থেটিক তেল মবিল ১, জানালা ধোয়ার জিনিষ, নতুন দই এ্যাপেল মুস্লি, এফোবাজল- দুশ্চিন্তা আর প্রেসারের জন্য চিকিৎসা, জ্যাকব মোনার্ক কফি, নেসলে কর্নফ্লেক্স এর বিজ্ঞাপন দেয়া শুরু করেছে। প্রত্যেকটি বিজ্ঞাপন লুবিয়াঙ্কার রিপোর্টের থেকে বড় ছিল।电视台让位于卢比扬卡广场的记者Timur Seraziev做了几秒钟的现场连线报导之后,便播出广告:健康食品、百事可乐、Antistax保健品、Inspiration巧克力、The Loved One果汁、Mobil1合成机油、洗窗户的东西、新优格Apple Musli、缓解焦虑和压力的Afobazol、Jacobs Monarch咖啡、雀巢全谷玉米片等。
25৭ মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে, তারা অপরিকল্পিত টক শো ‘ডিস্ট্রিক্ট' শুরু করে দিল।上述每一则广告都比卢比扬卡广场的现场连线报导来得要长。
26ব্লগার আর সংবাদ পোর্টালগুলো তথ্যের এই ফাঁক ভরার চেষ্টা করছেন।紧接着长达7分钟的广告休息时间后,播出的是非例行的脱 口秀District。
27সংবাদ পোর্টাল লাইফনিউজ.博客和新闻入口网站共同填满资讯缺口。
28রু একটি ছবির গ্যালারি পোস্ট করেছে যার মধ্যে উড়ে যাওয়া সাবওয়ের ট্রেন কামরার ছবি ছিল।新闻入口网站lifenews.ru开辟了一个新闻照片专区,其中包括爆炸的列车照片。
29এলজে ব্যবহারকারী সেগ_ও ছবি পোস্ট করেছেন পার্ক কুল্টুরি মেট্রো স্টেশনের কাছের এলাকা থেকে।LJ使用者seg_o则贴上来自文化公园站附近的照片。
30বিবিসি আর গার্ডিয়ান তাদের সরাসরি ব্লগিং পাতা স্থাপন করেছে-লাইভব্লগ আর লাইভ কাভারেজ- সকল গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করছে।BBC和英国卫报各自建立现场博客网页LiveBlog和Live Coverage以追踪这起事件。
31লাইভজার্নাল একটি বিশেষ চ্যানেল খুলেছে এই বিষয়টি জানাতে।LiveJournal则开设一个特别频道来专题报导此新闻。
32নীচে বিষ্ফোরণ থেকে বেঁচে গেছেন এমন কয়েকজনের রিপোর্ট:以下为爆炸生还者的回报:
33অয়োলিন: আমি লুবিয়াঙ্কাতে একটা স্কুলে কাজ করি।oyolin:
34আমি ৮ টায় রওয়ানা দেই। ৭:৫০ এ আমি কুজনেটস্কি মোস্টে (সাবওয়ে স্টেশন) এসে পৌঁছাই।我在卢比扬卡那边的学校工作,工作八点开始。
35আমি লুবিয়াঙ্কাতে পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে সব কিছু ধোঁয়াতে ঢাকা ছিল, মানুষকে ঢুকতে দেয়া হচ্ছিল না।早上7点50分我抵达Kuznetsky Most地铁站,想要转乘到卢比扬卡,但是那里到处都是烟,也不准人们进入。
36আমি কুজনেটস্কি মোস্টে বেরিয়ে আসি।我从Kuznetsky Most出来。
37লুবিয়াঙ্কা স্কোয়ারে তারা সব কিছু আটকিয়ে দিয়েছিল, সাহায্যকারী দল আসছিল।他们封锁了卢比扬卡广场,接着搜救小组抵达。
38এখানে জটিল একটা পরিস্থিতি।学校里的情况危急。
39বাবা মা ফোন করছেন, খুব চিন্তিত হয়ে, মারা কাঁদছেন। ভয়ঙ্কর।父母们打电话来,很紧张;母亲们都哭了。
40কোটিকেক্সিক:这实在很恐怖。
41এখন দুপুর দুটো চল্লিশ বাজে।kotikeksik:
42আমি নিজেকে সংযত করছি।现在是下午2点40分,我好不容易让自己镇定下来。
43চেয়ার থেকে উঠলে আমি আর কাঁপছি না, আমি আর কাঁদছি না।我从椅子起身时不再颤抖,我也不哭了。
44আমি নিজেকে দিয়ে কাজ করাতে চাচ্ছি।我试着让自己工作。
45ডাভেতে: - কি হয়েছে?davete:
46- দূর্ঘটনা কোন, প্রযুক্তিগত কারনে। আর ঠিক ওই সময়ে বিষ্ফোরণ হল।我当时准备步出文化公园地铁站,正要靠近地铁出口处,警察走在我身边。
47যে ট্রেনটি উলটো দিকে যাচ্ছিল, ক্রোপটকিন্সকায়া স্টেশনের দিকে।一名妇人问警察: - 发生了什么事? - 嗯,有意外,技术上的问题。
48মাঝামাঝি কোথায় বিষ্ফোরণ হয়েছে।然后就在此时爆炸声大作。
49খুব বেশি লোক ছিল না, পদদলিত হওয়ার ঘটনা হয়নি।爆炸发生在往反方向克罗波特津斯卡娅站的列车上,大约是在列车中间的位置,没有很多人,没有逃窜的人群,但爆炸的威力很大。
50কিন্তু বিষ্ফোরণ খুব শক্তিশালি ছিল।这颗炸弹无疑是颗达到军事规模的炸弹。
51কোন সন্দেহ নেই এই বোমা সেনাবাহিনী- মানের সমকক্ষ ছিল।校对:Soup