# | ben | zhs |
---|
1 | কাজাখস্তান: শিক্ষাঙ্গনে স্থবিরতা | 哈萨克斯坦:教育议题瓶颈 |
2 | কাজাখস্তানের সেকন্ডারি বা মাধ্যমিক স্কুলের পাঠ্যবই নিয়ে সমস্যা এখন খুবই গুরুত্বপুর্ণ অবস্থায় রয়ে গেছে- অজস্র ভুলপ্রিন্ট, ঘটনায় বা তথ্যে ভুল এবং প্রয়োগযোগ্য নয় এমন ভাষার ব্যবহার ওই সমস্ত বইয়ের চরিত্র। | |
3 | পরে শিক্ষামন্ত্রী ক্ষমতাসীন দলকে এই ঘটনার বিবরণ জানান এবং তিনি বলেন যেহেতু এগুলো স্বাধীনভাবে প্রিন্টারদের ওখানে ছাপা হয়েছে, তাই তার মন্ত্রণালয় এ সব কাজের জন্য দায়ী নয়। | 哈萨克斯坦中学教科书的弊病相当迫切,包括诸多错别字、资讯谬误与用语不当等。 |
4 | কিন্ত নোট স্লাভাসে জানাচ্ছে আসলে তা সত্য নয়; তিনি স্মরণ করিয়ে দেন চার বছর আগে এই মন্ত্রণালয়ের অধীনে “পাঠ্যবই” গবেষনা কেন্দ্র গঠন করা হয়। তিনি মন্ত্রণালয়ের কাজের কিছু নমুনা উদাহরন হিসেবে তুলে দিয়েছেন [রাশিয়ান ভাষায়]: | 最近教育部长向执政党报告政绩,表示教科书错误责任不在教育部,因为书籍皆由出版社自行印制,但slavasay指称[俄文]部长所言不实,因为教育部四年前便成立「教科书研究中心」,并列举教育部工作范例: |
5 | “রাশিয়ান ভাষাশিক্ষা” নামের বইটির প্রচ্ছদেই দুইটি ভুল ছাপা রয়েছে, যার মধ্যে একটি ভুল শিরোনামে, আরেকটি লেখকের নামে। কল্পনা করা কঠিন ভেতরে কতটা ভুল রয়েছে। | 「俄语」教科书封面的标题即有两个错字,书名也错了一个字,让人不忍想像内容如何。 |
6 | মেগাখুইমিয়াক অনানুষ্ঠানিক সংবাদিকতা স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তার শিক্ষা দেবার অভিজ্ঞতা প্রকাশ করেছেন [রাশিয়ান ভাষায়]: | Megakhuimyak[俄文]分享在非正式记者学校与高等教育机构任教后感想: |
7 | উপসংহার: শিক্ষা পদ্ধতি ছোট আকারের পোস্ট গ্রাজুয়েট স্কুলের মাধ্যমে বাঁচানো সম্ভব, যারা এক বিশেষ বিষয়ের উপর জ্ঞান বিতরণ করে, যেখানে অভিজ্ঞ পেশাদাররা শিক্ষা দেয়। যারা কর্মচারী নিয়োগ দেবে, তারা এখন বিশ্ববিদ্যালেয়র ডিপ্লোমার চেয়ে এ ধরনের সার্টিফিকেটের মুল্য দেবে। | 结论:教育制度得靠小型专业学校拯救,提供特定专业知识与资深专业人士授课,雇主对这些专业证书的重视,很快会超越大学文凭。 |
8 | ইতিমধ্যে, সরকার স্কুলে বাধ্যতামুলক ড্রাগ টেস্ট বা নেশা জাতীয় বস্তু গ্রহণ পরীক্ষা বাধ্যতামুলক করতে যাচ্ছে - উদ্দেশ্য মহৎ, বাচ্চাদের স্বাস্থ্যর খেয়াল রাখা। ইটুসকেন দ্বিধান্বিত- যদি কারো ক্ষেত্রে ইতিবাচক ফল আসে তাহলে স্কুল তার সাথে পক্ষপাতমুলক আচরণ করতে পারে। | 另一方面,政府正考虑在学校强制实施毒品筛检,动机是为关心孩童健康,但Itsuken担心[俄文]若检验结果呈阳性反应,孩子会在校园遭受歧视,且迫使学生更常与边缘孩子接触: |
9 | এর বাইরে, এ ধরনের আবিস্কারের ক্ষেত্রে, সাধারণ শিশুর সাথে মিশতে তার আরো সমস্যা হবে [রাশিয়ান ভাষায়]: এছাড়াও পুলিশ আজীবনের যে কোন নিষিদ্ধ বিষয় তার বিরুদ্ধে ব্যবহার করে যে কোন কিশোরকে বোকা বানাতে পারে। | 除此之外,少年毒犯终身都会受警方怀疑,而且国内医疗制度并不完善,让孩子接受大规模血液筛检,听起来就很可怕,把经费用来规划孩子的正常休闲时间更好。 |
10 | এবং আমাদের স্বাস্থ্যসেবা পদ্ধতি অনেক জটিল, এর ফলে ব্যাপক রক্ত পরীক্ষা করতে গিয়ে একটা শিশু বেশ ভয় পেতে পারে। | 本文同时刊载于neweurasia |
11 | এটা অনেক ভালো হবে যদি এই সমস্ত টাকা শিশুদের স্বাভাবিক বিনোদনের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটি নিউইউরোশিয়াতে ছাপা হয়েছে । | 校对:Soup |