Sentence alignment for gv-ben-20121225-34330.xml (html) - gv-zhs-20121230-12006.xml (html)

#benzhs
1ফুটবল: আর্জেন্টিনার মেসি নাকি জাম্বিয়ার চিতালু, রেকর্ড কার দখলে?足球:记录属于谁,梅西或齐塔鲁?
2আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি, এক মৌসুমে করা সর্বাধিক গোলের রেকর্ড ভেঙ্গে ফেলেছে, আসলে সে কি তা করেছে?阿根廷足球員利昂內爾. 梅西打破了許多紀錄,包括年度進球數。
3এই ক্ষেত্রে অন্যরকম এক প্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছে।真的嗎?
4মেসি যখন তার স্প্যানিশ লা লীগার দল বার্সেলোনার হয়ে খেলে, তখন মুগ্ধ হয়ে তার খেলা দেখতে হয়।梅西代表巴塞隆納足球俱樂部征戰西甲聯賽表現精采,出乎意外的他的挑戰者是一位來自尚比亞已去世將近廿年的選手。 戈弗雷.
5আর তার প্রতিদ্বন্দ্বী জাম্বিয়ার এক নাগরিক, সে একজন ফুটবলার, কুড়ি বছর আগে যে মৃত্যুবরণ করেছে।齊塔魯在 1993 年四月廿八日隨同國家隊前往塞內加爾參加世界盃比賽時乘坐的飛機在加彭失事,他和另外三十名隊友及工作人員一同罹難。 戈弗雷.
6২৮ এপ্রিল ১৯৯৩ সালে জাম্বিয়ার জাতীয় ফুটবল দলকে বহনকারী যে বিমান বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় অংশ নিতে সেনাগালের উদ্দেশ্য যাত্রার সময় গ্যাবনে বিধ্বস্ত হয়, গডফ্রে চিতালু ছিলেন তার অন্য ৩০ জন খেলোয়াড়র ও কর্মকর্তাদের মধ্যে একজন।齊塔魯去世時是國家隊的教練,他有個廣為人知幾乎成了他名字一部分的綽號「永備電池」(Ucar)。 這個綽號來自他在場上展現出源源不絕的能量,就像人們用來聽球賽轉播的收音機裡用的 UCAR 電池(美國聯合碳化物公司製造)一樣。
7গডফ্রে চিতালু একই সাথে মিনিকার উকার নামেও পরিচিত ছিলেন এবং মৃত্যুর সময় তিনি জাম্বিয়ার জাতীয় দলের কোচ ছিলেন।Bleacher Report網站指出齊塔魯在 1972 年總共進了 107 球:
8এমনকি উকার তার নামের মাঝের অংশে পরিণত হয়েছিল।把紀錄寫進史冊之前別忘了戈弗雷.
9উকার নামক ব্যাটারি ( ইউনিয়ান কার্বাইড-এর বানানো) থেকে তার এই নামের উৎপত্তি।齊塔魯。
10মাঠে অফুরন্ত দমের কারণে তাকে এই নামে অভিহিত করা হত, মূলত ফুটবল খেলা শোনার জন্য দুই ব্যান্ডের রেডিওতে এই ব্যাটারি ব্যবহার করা হত।西方媒體報導梅西的進球紀錄之後戈弗雷.
11ব্লিচার রিপোর্ট নামক একটি ওয়েব সাইট উল্লেখ করছে যে চিতালু ১৯৭২ সালে এক মৌসুমে ১০৭ গোল করে বিখ্যাত হয়েছিলেন:齊塔魯這個名字在推特上捲起一陣旋風。
12রেকর্ডের খাতা আবার এখনই নতুন করে লিখবেন না-যতক্ষণ না গডফ্রে চিতালুর নাম নিয়ে আলোচনা চলতে থাকে ।@oluwashina 親愛的梅西,你超越了蓋德.
13যখন পশ্চিমের প্রচার মাধ্যম মেসির রেকর্ড-করা গোলের সংবাদ প্রকাশ হয়, তখন টুইটারে গডফ্রে চিতালুর নাম দ্রুত ছড়িয়ে পড়ে:穆勒,但是可沒破齊塔魯 1972 年 107 球的紀錄。
14@ওলুয়াশিনা প্রিয় মেসি, হ্যাঁ, তুমি গার্ড মুলারের রেকর্ড ভাঙ্গতে সমর্থ হয়েছ, কিন্তু ১৯৭২ সালে এক মৌসুমে করা গর্ডফ্রে চিতালুর রেকর্ড ভাঙ্গতে পারনি।*麥克. 傑克森的聲音 - Beat it*
15*মাইকেল জ্যাকসনের গাওয়া গান -বিট ইট। *一名網友認為梅西的紀錄有爭議,他似乎在指責西方媒體的偏見:
16একটি টুইটকারী মেসির রেকর্ডকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করে, দৃশ্যত পক্ষপাতিত্বের জন্য পশ্চিমা প্রচার মাধ্যমকে দোষারোপ করে, সে লিখেছে:@bishopskid14 @world_dream 進球紀錄屬於戈弗雷.
17@বিশপসকিডস @ওয়ার্ল্ড_ড্রিম গোলের ওই রেকর্ড গডফ্রে চিতালুর দখলে, পক্ষপাতিত্বের আরেকটি পরিষ্কার নিদর্শন।齊塔魯。 又一個明顯的偏見實例。
18ইউকে জাম্বিয়া যুক্তরাজ্য ভিত্তিক একটি নাগরিক প্রচার মধ্যম ওয়েব সাইট, জাম্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (ফাজ)-এর কর্মকর্তার , উদ্ধৃতি প্রদান করেছে:英國的公民媒體網站 UKZambians 引述尚比亞足協(FAZ)一名官員的發言: 全世界都在關注利昂內爾.
19এমনকি যদিও বিশ্বের সবাই গার্ড মুলারের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় মেসির দিকে তাকিয়ে আছে, তারপরেও এখানে বিতর্ক এবং আলোচনা চলছে যে কেন গর্ডফ্রের গোলের সংখ্যার স্বীকৃত প্রদান করা হল না।梅西打破蓋德. 穆勒的紀錄,這裡的爭論在於為什麼戈弗雷的進球不被承認。
20আমরা যা করছি তা হচ্ছে আমরা স্থানীয়ভাবে একটি স্বাধীন দল তৈরি করেছি, যাতে আর্কাইভ অনুসন্ধান করা হয় এবং ওই সমস্ত প্রতিটি গোলের পুঙ্খানুপুঙ্খ হিসেব যাচাই করা যায়, আমরা যে দলটি একত্রিত করেছি, তারা ওই সমস্ত গোলের হিসেব করবে, যে সমস্ত খেলা বা প্রতিযোগিতায় এই সমস্ত গোল গুলো করা হয়েছে।現在我們委派了一個本地獨立小組去檢視檔案紀錄,一分鐘一分鐘紀錄他的進球。 這個小組將紀錄每一個進球在哪一場比賽出現。
21এরপর আমরা সেগুলোকে সিএএফ-এ [আফ্রিকান ফুটবল সংস্থা] এবং ফিফার কাছে পাঠিয়ে দেব যাতে আমরা তাদেরকে দেখাতে পারি, এই দেখ মেসির রেকর্ড, আর এই দেখ মুলারের রেকর্ড, আর এই দেখ এক মৌসুমে করা সর্বাধিক গোলের রেকর্ড, আসলে যা এক আফ্রিকান, গডফ্রে চিতালুর দখলে।我們會將紀錄呈交非洲足球聯盟(CAF)和國際足聯(FIFA),展示儘管梅西和穆勒的紀錄存在,真正年度進球紀錄保持人是非洲人。 他叫做戈弗雷.
22যুক্তি হিসেবে কেউ বলতে পারে যে সে সময়ে জাম্বিয়ার ফুটবল আজকের মত এত পেশাদার ছিল না, কিন্তু ফুটবলপ্রেমী জাম্বিয়ার নাগরিকরা আশা করতে পারে যে এই কাহিনীর মাধ্যমে অন্তত রেকর্ড সংরক্ষণের বিষয়টি উন্নত হবে।齊塔魯。 可以想見當年尚比亞足球專業水準並不如今日,但是愛好足球的尚比亞人希望他們從這件事裡至少會學到改進做記錄的方法。