Sentence alignment for gv-ben-20110612-17803.xml (html) - gv-zhs-20110517-9106.xml (html)

#benzhs
1ফিলিপাইনস: রাজবন্দী অনলাইনে কারা দিনলিপি লিখছেন菲律宾:政治犯的網絡狱中日记
2ফিলিপিনো কর্তৃপক্ষ কর্তৃক অন্তরীণ একজন ফিলিপিনো শিল্পী, সাংবাদিক এবং বিচ্ছিন্নতাবাদী তাঁর কারা জীবনের অভিজ্ঞতা এবং এর প্রভাবের বিষয়ে একটি ব্লগ তৈরি করেছেন।
3তাঁর পরিবার, বন্ধু-বান্ধব, সহ-শিল্পীবৃন্দ, লেখকগণ এবং সুশীল সমাজের সমর্থকেরাও তাঁর মুক্তির দাবীতে নেট প্রচারণা শুরু করেছেন।
4২০১১ সালের ১৩ফেব্রুয়ারি পূর্ব ফিলিপাইনসের সামার দ্বীপের সান জর্জ শহরের দিকে এরিকসন আকোস্টা যখন যন্ত্র চালিত নৌকায় করে যাচ্ছিলেন তখন তাঁকে দেশের সশস্ত্র বাহিনী গ্রেফতার করে।
5মজার বিষয় হল ল্যাপটপ নিয়ে দেশের প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
6গ্রেফতারকারীদের দাবী তিনি আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট আন্দোলনের একজন শীর্ষ নেতা।
7যাহোক এটা আর হাস্যকর বিষয় নয়। বিগত গ্লোরিয়া ম্যাকাপাগাল-আরোয়োর শাসনামলে ঐ এলাকায় ১২৬ টি বিচার বর্হিভূত হত্যাকাণ্ড এবং ২৭ জন ব্যক্তি নিখোঁজ হন।菲律宾一名艺术家、记者兼社运人士自从遭政府拘禁后,便成立博客,记录自己的监狱体验及想法,他的亲友、其他艺术家、作家和一般民众也运用網絡,四处为他奔走,希望让他获释。
8গ্রেফতার হওয়ার সময় আকোস্টা ঐ এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিখছিলেন। সেনাসদস্যরা আকোস্টাকে কৌশলগত জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বিরুদ্ধে অবৈধ বিস্ফোরক রাখার অভিযোগ আনে।2011年2月13日,亚哥斯塔(Ericson Acosta)正准备驾驶汽艇,前往菲律宾东部岛屿萨马(Samar)的偏远乡镇圣荷黑,却遭到军方逮捕,现场人士还取笑他带着电脑去乡间,但他遭指控为地下共产运动领袖一事,却令人完全笑不出来。
9সুশীল সমাজের দল, লেখক, শিল্পী, তাঁর পরিবার এবং বন্ধু- বান্ধবেরা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এবং তাঁর নিঃশর্ত, দ্রুত মুক্তি দাবী করেন।
10সামারের কালবায়গ শহরের উপ - প্রাদেশিক কারাগারে তাঁকে অন্তরীণ রাখা হয়েছে।
11মানবাধিকার বিষয়ে সহায়তাকারী কারাপাতান- এর মতে, ডিসেম্বর ৩০, ২০১০ থেকে ফিলিপাইনসের কারাগারে অন্তরীণ থাকা ৩৫৩ জন রাজবন্দীর সঙ্গে যুক্ত হওয়া আকোস্টা আরও একজন রাজবন্দী।
12মার্কোসের স্বৈরতন্ত্রের সময় থেকে অদ্যাবধি দেশের সকল রাজবন্দীর মুক্তির দাবীর পক্ষে প্রচারণা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে।
13দরিদ্রদের জন্য কর্মসংস্থান, সম্পদের সুষম বন্টনের জন্য যে সব সামাজিক সক্রিয়তাবাদীরা কাজ করছেন তাঁদের অপদস্থ করা, অন্তরীণ রাখা এমনকি হত্যা করা ক্ষমতাসীন দলের দীর্ঘদিনের অনুশীলনে পরিনত হয়েছে।
14এরিকসন আকোস্টার মুক্তি সংক্রান্ত প্রচারণায় একটা নতুন বিষয় যুক্ত হয়েছে আর তা হল তাঁর মুক্তির দাবীতে ব্যাপক মাত্রায় অনলাইন হাতিয়ারগুলোর সৃষ্টিশীল ব্যবহার।
15ইতালীয় দার্শনিক আন্তোনিও গ্রামসী ছাড়া নোটস্ক্যান প্রকাশের জন্য আর কে প্রায় তিন দশক পর্যন্ত অপেক্ষা করবে, এরিকসন আকোস্টার নিজস্ব কারা রোজনামচা নিয়মিত অনলাইনে আকোস্টাপ্রিজনডায়েরি. ব্লগপোস্ট.前总统艾洛优(Gloria Macapagal-Arroyo)执政时期,当时共有126人未经司法程序遭到杀害,另有27人失踪,亚哥斯塔被捕时,正在为当地撰写人权报告书。
16কম-এ পোস্ট করা হয়। গত ১৩এপ্রিলে জেল হাউজ ব্লগ-এ কারাগারে আকোস্টার অভিজ্ঞতার কথা তাঁর লেখনী থেকে তুলে ধরা হয়:军方讯问他后,以非法持有爆裂物罪名起诉,民间团体、作家、艺术家和他的亲友均严正驳斥不实,要求政府立刻无条件释放他。
17আমি মনে করি আমার বর্তমান কারা জীবনে আমি এখনো ঠিকমত অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। দিনের বেলা লেখা আমার কাছে প্রায় অসম্ভব বলে মনে হয়।亚哥斯塔目前仍监禁在萨马地区的Calbayog市监狱,人权联盟KARAPATAN指出,除了他之外,至2010年12月30日为止,菲律宾监狱内尚有353名政治犯。
18সেলের ভিতর তাপমাত্রা স্রেফ দুর্বিষহ- এখানকার সেলে কোন সিলিং নেই, একমাত্র জানালাটি এক বর্গফুটের চাইতেও ছোট আর আমার টারিমাটি (tarima) ঠিক দুটো কাঠ কয়লার বিরতিহীন চুলার ঠিক পাশেই।
19বাইরের কোলাহল অত্যন্ত উত্তেজিত- কখনো প্রাণবন্ত,কখনো তীব্র। ১২ জন কাসোকার( সহ কারাবন্দীর) সঙ্গে শ্বাসরুদ্ধকর, শীর্ণ জায়গায় বসবাস সত্যিই দুর্বিষহ।起自前总统马可仕(Ferdinand Marcos)独裁时代,菲国政坛便不时出现要求释放所有政治犯的运动,执政党长期骚扰、恫吓、甚至杀害批评政府的人士及社运份子,阻止他们争取缩短贫富差距及增加贫民权力。
20অথবা গত ১৭ এপ্রিলে তাঁর লেখা:
21এখানে কারবন্দীদের কাছে অনেক অর্থে দালাও (দেখতে আসা), হানজিন(বাতাস) এবং প্রত্যাশা প্রায় সমার্থক। পরিদর্শন এলাকা বা দালাওয়ান সাধারণ সেলের প্রায় তিনগুণ প্রশস্ত।此次要求释放亚哥斯塔的运动中,民众大量运用網絡工具,这一点与过去相当不同,相较于义大利哲学家Antonio Gramsci得等待近30年才出版《监狱手记》,亚哥斯塔的狱中日记定期刊登在acostaprisondiary.blogspot.com博客中。
22এ স্থানটি পর্যায়ক্রমিক ভাবে পাহানগিনান হিসেবে কাজ করে।其中记录许多监狱体验,例如4月13日的文章提及:
23সপ্তাহে একদিন প্রত্যেক সেলের গড়ে প্রায় ১২ জন সহ কারাবন্দী বা সেলমেটেদের এখানে কয়েক ঘণ্টার জন্য ঘোরাঘুরির সুযোগ দেওয়া হয়। এর উদ্দেশ্য হল কয়েদিদের একটু দম ফেলার সুযোগ করে দেওয়া- তাজা বাতাস নয়, স্রেফ বাতাস।我可能还没适应目前牢房环境,因此白天几乎无法动笔,闷热程度令人无法喘气,囚室里没有天花板,唯一的窗户不到一尺,旁边又是两 座从不停歇的煤炭火炉,外头噪音令人发狂,有时似乎来自青少年,有时却又像僵尸,我和另外11名囚犯挤在这个狭小空间里,让人无法专心、也无法集中注意 力。
24সকাল ১০ টা থেকে বিকাল ৩ টার মধ্যকাল সময়ে কারাকক্ষের ভিতরে চরমভাবে অক্সিজেনের অভাব ঘটে।4月17日的文章写道:
25তাই সাপ্তাহিক পাহানগীন এ প্রতিক্ষিত আরাম করার সুযোগের জন্য কারাবন্দীরা নির্ধারিত দালাও এর মতই উত্তেজনায় উন্মুখ হয়ে থাকে।
26এ ব্লগে আকোস্টার কারা অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে:对许多狱囚而言,会面与放风时间都令人无比期待。
27আমার অবৈধ গ্রেফতার এ কারারুদ্ধ করার আগে আমার দীর্ঘকাল এই ধারনাই ছিল যে আমি ইতোমধ্যেই অস্পষ্টতার আধারে হারিয়ে গেছি। পরিণত হয়েছি সমাজ বিচ্ছিন্ন একজন মানুষ হিসেবে।会客室大小几乎是一般囚房的三倍,也同时做为活动空间使用,每间牢房平均都有12名囚犯,每星期都有一次可在会客室待几小时,囚犯能趁这个机会透透气,纵 然不是新鲜空气也无妨。
28এতে করে সংশ্লিষ্টদের জন্য তৈরি হয়েছে একটা ফলাফল: যেমন- সামন্তবাদ, ফ্যাসিবাদ বিরোধী এবং গ্রামাঞ্চলে দরিদ্র কৃষকদের সমবায়ী আন্দোলন ও কৃষি শ্রমিকদের জন্য সার্বক্ষণিক কাজ করতে পারা ।
29কারও নিকটতম ও পরিচিত পরিপ্রেক্ষিত থেকে উন্মূল হয়ে যাওয়া হচ্ছে আসলে একটি গুরুত্বপূর্ণ আত্মত্যাগ।囚室内几乎吸不到氧气,尤其在早上十点至下午三点格外明显,故犯人们都很期待每个礼拜一回的会客时间。
30এই আত্মত্যাগের একটা রোমান্টিক দিকও আছে।博客里也有亚哥斯塔在狱中的想法:
31একজন কবি হিসেবে অনিবার্যভাবে আমি বঞ্চিত হব না বিস্তীর্ণ ধানক্ষেত এবং নগ্নপদ শিশুদের পার্থিব দৃশ্যাবলি এবং ঝিঁঝিঁ পোকার কলধ্বনি থেকে।在我遭到非法逮捕及羁押之前,我早已觉得自己基于种种目的和原因,和社区关系已变得疏远而模糊,为了全心投入反封建、反法西斯的集体运动,为乡村贫农及农村劳工争取权益,这是必然的结果。
32আত্ম বিশ্লেষ ও আত্ম অনুগমনের সেই মুহূর্তগুলো অবশ্য আসবে যখন মনে হবে কোন না কোনভাবে আমি কবিতাতে বলবো। কারাগারে বসে আকোস্টার লেখা কবিতাগুলো সেই প্রিজন ব্লগ- এ পোস্ট করা হয়েছে।脱离自己熟悉的生活环境,其实牺牲很大…其中当然也有浪漫的成分,且身为诗人,我从未遗忘稻田与赤脚孩童的朴实画面,也从未忘记蟋蟀和乌鸦的原始叫声,不过有时在自省时刻,也会觉得自己好像脱离了诗歌。
33অনলাইনে কারা রোজনামচা লেখা ছাড়াও আকোস্টাকে মুক্ত করার আন্দোলনের সংগঠকরা একটা অনলাইন দরখাস্ত করেছেন।亚哥斯塔的狱中诗作请见Ikatlong Sundang: SIPAT博客。
34তাঁরা আকোস্টাকে মুক্ত করার দাবীতে ফেসবুক পাতা খুলেছেন যা ৭৮৮ জন তাঁদের পছন্দের অন্তর্ভূক্ত করেছে। ফ্রিআকোস্টা.“释放亚哥斯塔运动”主持人除了代替他张贴狱中日记,也建立網絡连署活动与Facebook页面,本文撰写之时,已累积788人参与。
35ব্লগপোস্ট. কম ব্লগের বিবৃতি, মন্তব্য আর অন্যান্য লেখাগুলো দেখলে বোঝা যায় যে আকোস্টাকে মুক্ত করার আন্দোলনে দিন দিন নতুন নতুন সদস্য যোগ দিচ্ছেন।这项行动的博客freeacosta.blogspot.com中,汇整愈来愈多声明、证词及其他文章,显示活动声势仍在增强,菲律宾争取政治犯获释的路途也会继续进行下去。
36ফিলিপাইনে আকোস্টাকে মুক্ত করার লড়াই এবং অন্যান্য রাজবন্দীদের মুক্তির লড়াই অব্যাহত আছে।