# | ben | zhs |
---|
1 | ব্রুনাই এর রুটিওয়ালারা ব্লগকে বাজারজাতকরনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে | 文莱:糕点业者运用博客营销 |
2 | ব্রুনাই এর রুটিওয়ালারা আর কেক প্রস্তুতকারীরা ব্লগকে বাজারজাতকরনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তাদের জিনিষ বিক্রির জন্য। | |
3 | অনেকে গৃহকর্ত্রী বা রুটি বানানোকে পার্টটইম কাজ হিসেবে নেন আর তাদের নিজেদের ব্লগে তা তুলে ধরেন। | |
4 | বেশ কয়েকজনের জন্য এটা সফলতা এনেছে আর এই প্রচেষ্টা ব্লগ পাঠক ও সর্মথকদের মধ্যে সাড়া জাগিয়েছে। নীচে কয়েকজন ব্লগারকে তুলে ধরা হলো যারা নিজেদের ব্লগে তাদের পণ্য তুলে ধরেন। | 文莱烘焙爱好者运用博客做为产品营销工具,他们大多为家庭主妇或专业工作者,利用闲暇时间兼事烘焙,并将成品展示在博客中,结果相当成功,在读者与支持者之中引起一阵热潮。 |
5 | দু:খের বিষয় তাদের পণ্যের স্বল্প আয়ুর জন্য এরা বেশীরভাগ ব্রুনাইতেই শুধু বিক্রি করেন । পাভলোভা, বানীজ এর সৌজন্যে | 以下为部分范例,可惜因为烘焙产品不易保存,配送地区大多仅限文莱境内。 |
6 | ব্রেডস্টপের মত অনেক রুটিওয়ালারা তার কেক তৈরীতে ভালো স্বাস্থ্যসম্মত জিনিষের ব্যবহারকে তুলে ধরেন। | |
7 | বানিস ইয়ামিস ও স্বাস্থ্যসম্মত রান্নার বিষয়টি প্রচার করেন: | Bunny制作的甜饼照片 |
8 | আমি স্বাস্থ্যসম্মত রান্না করি। আমি কোন ধরনের সংরক্ষণের জিনিষ, নকল রঙ বা স্বাদ আমার কেকে ব্যবহার করিনা। | Breadstop等烘焙者都推广以健康食材制作蛋糕,Bunny's Yummies亦支持健康烹饪: |
9 | আমি তাজা ফল, আসল ভ্যানিলা বিন, চকলেট, কফি আর বিভিন্ন ধরনের বাদাম থেকে স্বাভাবিক ফ্লেভার আর স্বাদ আনি। আমি আমার কেকে কম ডিমও ব্যবহার করি এটাকে স্বাস্থ্যকর বিকল্প করার জন্য। | 我支持健康烹饪法,不使用任何防腐剂、人工甘味或色素,我使用各种天然食材,如新鲜水果、香草豆、巧克力、咖啡豆和各式坚果,我也尽量在蛋糕少加蛋,让产品更加健康,所有产品都依据下订与提货时间先后新鲜出炉。 |
10 | অর্ডারের সময় আর নিয়ে যাওয়ার সময় অনুযায়ী সকল জিনিষ তাজা তৈরি করা হয়। | |
11 | ক্যান্ডি উপরের কাপকেকটি বানিয়েছেন | Candy制作的杯子蛋糕 |
12 | বিশ্বের অনেক জায়গার মত ব্রুনাইয়েও কাপ কেক বেশ জনপ্রিয় হয়েছে এবং বাজারহাতকারী ব্লগার ও তাদের গ্রাহকদের মধ্যে এটা জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্যদের মধ্যে নিচের ব্লগাররা কাপ কেকে বিশেষজ্ঞ আর তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সৃষ্টি তুলে ধরেছেন: কিচেন অফ জেসমিন, কাপকেক প্যারাডাইজ, ক্যান্ডি, সিনাহ বেকারি, সুগারাশ, টেস্ট অন ট্রে আর ওয়ারিসান উম্মি। | 文莱也没有错过全球杯子蛋糕热潮,成为许多博客及消费者的最爱,以下这些博客专门烘培杯子蛋糕,并依据顾客个人喜好订做,包括:Kitchen of Jasmine、Cupcake Paradise、Candy、Sinah Bakery、Sugarush、Taste on Tray以及Warisan Ummi。 |
13 | সিট'স কাপকেক তার পণ্যের পরিচয় করাচ্ছেন: আমার সব পণ্যের উপর আমি প্রাথমিকভাবে সাজাই, কিন্তু আপনাদের পছন্দ অনুসাররে আমি সাজাতে পারি বাড়তি খরচে। | Cit's Cupcakes简介她的产品: |
14 | আমি নোভেল্টি কেক, ৩ডি কেক ইত্যাদি তৈরি করতে পারি। | 所有产品都有基本装饰,我也可以依据顾客喜好加价做其它装饰,如3D花样等。 |
15 | সুগাররাশের বেকার, আন্ডারসেরেনেটি লিখেছেন: | Sugarush博客的主人Underserenity表示: |
16 | কয়েক রাত আগে, চার ঘন্টা ঘুমের পরে আমি বেশ স্পষ্ট একটা স্বপ্ন থেকে জেগে উঠি আর ঘুমাতে পারিনি তার পরে। ভোর ৪টা ৩০ মিনিটে আর কি করার আছে? | 几天前,我睡了四小时便从栩栩如生的梦中醒来,之后便无法再入眠,凌晨四点半还有什么事能做? |
17 | বেক করা ছাড়া! পাগলের কাজ? | 烘焙! |
18 | হয়তো। কিন্তু আমি বেশ ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কিছু রেড ভেলভেট কাপ কেক আর চকলেট কাপকেক ভ্যানিলা বাটারক্রিম দিয়ে তৈরি করলাম। | 听起来很疯狂,但总之我最后做了一批红丝绒杯子蛋糕,洒上奶油起司,还有一批巧克力杯子蛋糕加上香草糖霜。 |
19 | ক্রেতারায় তাদের মতামত দেন এইসব পণ্য সম্পর্কে যেমন আনাকব্রুনাই লিখেছেন: | 消费者AnakBrunei的评价是: |
20 | এই কেকগুলো খুবই সুস্বাদু… উপরে সাদা ঘাসের মতো যেটা ওটা রেড ভেলভেট ক্রিম চিজসহ উপরে আর চকলেটগুলোকে ডার্ক চকলেট দিয়ে বানানো হয়েছে বলে আমার মনে হয়- একেবারেই বেশী মিষ্টি না। | 这些蛋糕看起来非常棒,有层白外衣的是红丝绒杯子蛋糕,巧克力口味应该是用黑巧克力制作,完全不会太甜,若各位想联络拥有这双巧手的女士,请再告诉我。 |
21 | যিনি এগুলো বানান সেই গুনান্বিত তরুণীর যোগাযোগের ঠিকানা আপনি জানতে চাইলে আমাকে জানাবেন। | 校对:Elaine |