# | ben | zhs |
---|
1 | সম্পূর্ণরূপে রাসায়নিকমুক্ত হওয়ার পথে ভুটান | 不丹朝“完全有机”迈进 |
2 | হিমালয় রাজ্য ভুটান, যা গড় অভ্যন্তরীণ উৎপাদনের পরিবর্তে গড় জাতীয় সুখ সূচকের জন্য পরিচিত, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে সম্পূর্ণরূপে অর্গানিক (রাসায়নিকমুক্ত) হওয়ার লক্ষ্য স্থির করেছে। | 以“国民幸福指数”为重要指标,而非追求国内生产总值著名的喜马拉雅王国不丹,已树立了自己国家的任务 ── 成为世界上第一个“完全有机”的国家。 |
3 | জেসিকা কার্টার, অস্ট্রেলিয়ার মিডিয়া এবং আন্তর্জাতিক উন্নয়ন ব্যক্তিত্ব, তার ব্লগ “লাল জুতা এবং নুরি পাথর” এ উল্লেখ করেছেন: | 一位澳洲国际发展专长的媒体人洁西卡·卡特(Jessica Carter)在她的博客“红鞋和鹅卵石”上发表这则消息: |
4 | রাসায়নিক বালাইনাশক ও সার বিক্রয় বন্ধের মাধ্যমে ১২ লাখ লোকের ক্ষুদ্র রাষ্ট্র ঘোষণা দিয়েছে পৃথিবীর মধ্যে তারাই প্রথম সম্পূর্ণরূপে অর্গানিক দেশ হতে যাচ্ছে। | 仅有120万人口的小王国不丹公布,他们将成为世界上的第一个完全有机的国家,禁止销售化学农药和化学肥料。 |
5 | এটি এমন নয় যে ভুটান প্রথমবারের মতো বিস্ময় সৃষ্টি করেছে বরং এটি সম্ভবত তারা এমন একটি ধারার সৃষ্টি করেছে যা বাকী বিশ্ব অনুসরণ করছে। | 这并不是不丹第一次有引起震惊的做法,也不是他们第一次选择了与世界其他地区背道而驰的解决办法。 |
6 | বিস্তারিতভাবে সিদ্ধান্ত সম্পর্কে, কৃষি ও বন মন্ত্রী, যিনি একজন কৃষক, খুব সাদামাটাভাবে জানালেন যে: | 不丹农林部部长,他也同时身为一个农夫,解释说这决定,如他说所的很简单: |
7 | ”আমরা গাছ ও কীট উভয়কেই সুখী দেখতে পছন্দ করি” | “我们希望看见植物及昆虫开心。” |
8 | ভুটানের জিডিপিতে কৃষি ৩৫. | 不丹的农业贡献国家GPD指数达35. |
9 | ৯% ভূমিকা রাখে। ছবি মাইকেল ফলে ফ্লিকার থেকে। | 9%。 图片来自Flickr by Michael Foley. |
10 | সিসি বিওয়াই-এনসি-এনডি ভারতীয় কর্মী আর্থি পার্থসারথি (@আর্থিপার্থ) টুইট করেছেন: | CC BY-NC-ND |
11 | @আর্থিপার্থ (আর্থি পার্থসারথি): ভুটানের চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার পথ কি? | 印度社会运动参与者巴萨拉席Aarthi Parthasarathy (@aarthipartha在推特上发言: |
12 | ভুটান প্রথম সম্পূর্ণরুপে অর্গানিক দেশ হিসাবে কর্ষণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছে http://gu.com/p/3dkfv/tw | 巴萨拉席@aarthipartha:“移民到不丹的手续是怎样呢?” |
13 | ভুটানের অনলাইন সংবাদ সাইট বিবিএস জানাচ্ছে যে “১০০ ভাগ অর্গানিক (রাসায়নিকমুক্ত) সবজীর নিশ্চয়তা” মর্মে বৌদ্ধ রাষ্ট্র ভুটান অর্গানিক সার্টিফিকেট সিস্টেম (বিওসিএস) চালু করেছে। | 不丹准备要孤独地犁田,成为世界第一个有机王国 http://gu.com/p/3dkfv/tw |
14 | কিভাবে বিওসিএস কাজ করে তা জানার জন্য বিবিএস ভুটান কৃষি ও খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরামর্শকের সাক্ষাৎকার নিয়েছিল: | 不丹的线上新闻网站BBS论坛报导,佛教王国不丹落实有机认证系统(BOCS)以确保蔬菜百分之百有机。 论坛采访了一位不丹的农业和食品监管局顾问,解释该系统如何运作: |
15 | বিএএফআরএ এর পরামর্শক ড. | BAFRA的顾问A. |
16 | এ থিমমায়া বলেছেন “আমরা একটি সাধারণ কৃষকের ডায়েরী তৈরি করেছি যা জংখা ব্যবহার করে লেখা যাবে …কৃষকরা তাদের খামারের কাযার্বলী লিখে রাখবেন, বীজ/জৈব সার কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ব্যবহৃত জৈব বালাইনাশকের ধরণ। | Thimmaiah博士说:“我们已经开发了一个简单的农民日志,可用不丹语撰写,农民可以记下他们的农作活动,譬如:他们的种子或肥料的来源、生物防治 农药的使用类型。 |
17 | খামারের সমস্ত কার্যাবলী লিপিবদ্ধ করা হয়… এবং বিএএফআরএ পরিদর্শকরা খামার পরিদর্শনের সময় তা নিরীক্ষা করেন।” | 各方面的农务都被记录下来,然后由训练有素的BAFRA检查员透过参访农场来检核认证。 |
18 | বিএইচটিও (@বিএইচটিফ্লাসনিজউ) সেই সিদ্ধান্ত টুইটারে প্রচার করেছে: | BHT(@BHTFLASHNEWS也在推特上宣布这项决定: |
19 | @বিএইচটিফ্লাসনিউজ (বিএইচটি ফ্লাসনিউজ): খবর: ভুটান অর্গানিক সার্টিফিকেট সিস্টেম (বিওসিএস) ১০০ ভাগ অর্গানিক সবজী হিসাবে নিশ্চিতকরণ চালু করেছে। | @BHTFLASHNEWS(BHT Flashnews):最新消息:不丹有机认证系统(BOCS)正在落实到位,以确保蔬菜是100%有机。 |
20 | কিন্তু সিঙ্গাপুরের ন্যানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ব্লগ “গো ফার ভুটান” স্মরণ করিয়েছে যে চ্যালেঞ্জটি অনেক বৃহৎ: | 但新加坡南洋理工大学的新闻博客“远走不丹”提醒我们,要做全面有机的挑战性极大: |
21 | বহু ভুটানী কৃষকরা বহুদূরের গ্রামে বাস করে, একই সঙ্গে অন্যান্যরা দেখেছে যে বালাইনাশক এবং রাসায়নিক সার ছাড়া শস্য ভাল হবে না। | 许多不丹农民居住在偏远的村庄,而他们的农作物在没有施打农药和化肥的情况下没办法茁壮。 |
22 | দেশটি তার প্রয়োজনের ৬০ শতাংশ শস্য উৎপাদন করে, কিছু মনে করবেন না হয় তারা অর্গানিক অথবা নয়। | 而其国内生产的农作,无论有机与否,只够供应所需的60%粮食。 |
23 | এই আগাছাটি ভুটানে বন্যভাবে জন্মে এবং তারা তা শুকরকে খাওয়ায়। | 这种不丹的野菜是用来喂猪的。 |
24 | ছবি ফ্লিকার ব্যবহারকারী হোকাডিলি। | Image by Flickr user Hockadilly. |
25 | সিসি বিওয়াই-এনসি | CC BY-NC |
26 | অন্যদিকে, সংবাদ সাইট “দি ভুটানিজ” অনুসারে এর কোন ভিত্তি নাই, পেমা জিয়ামশো, ভুটানের কৃষি ও বন মন্ত্রী, সরকারীভাবে প্রথম হওয়ার এমন ঘোষণা সম্পর্কে অস্বীকার করেন যখন বিরোধী দলীয় নেতা শেরিং তোবগে উদ্বেগ প্রকাশের করে বলেছেন: | 另一方面,值得注意的是,根据“不丹人”新闻网站,不丹的农林部长Pema Gyamtsho,在反对党领袖Tshering Tobgay的关切下,否认使该公告是官方正式公告。 |
27 | ”এটি আমাকে উদ্বিগ্ন করে কারণ এটি জাতীয় ঘোষণা যার ব্যাপক প্রভাব রয়েছে আমাদের কৃষকের আয় কৃষি কর্মকাণ্ডের উপর নির্ভরশীল” | 他说: “因为这是一个国家的承诺,我担心,这项承诺将严重地影响到仰赖农业活动所获得收入的农民。” |
28 | তিনি আরও বলেছেন যে রাসায়নিক দ্রব্য প্রত্যাহার করা ভাল, বাস্তবতার নিরিখে উপরোক্ত কারণে এটি করা কঠিন। | 他进一步指出,即使逐步淘汰化学制品是一个好主意,但现实中,实际要来执行它是一项艰钜的任务,承如上述原因。 |
29 | “শুধুমাত্র অর্থকরী ফসল উৎপাদনের কারণে, কিছু কৃষক নিজের ব্যবহারের জন্য পর্যাপ্ত খাদ্য খুব সামান্যই উৎপাদন করতে পারে“ | “有些农民都很难生产出足够的粮食来自给自足,更不用说种植经济作物。” |
30 | এটি মূল্যহীন যে পৃথিবীর অন্যান্য অংশে সম্পূর্ণরূপে অর্গানিক হওয়ার প্রচেষ্টা করা হয়েছে। | 同时值得注意的是,完全有机在世界其他地方已经被尝试过。 |
31 | প্রকৃতপক্ষে, ট্রিহ্যাগার উল্লেখ করেছে যে ভারতের রাজ্য সিকিম এর এক তৃতীয়াংশ ২০১৫ সালের মধ্যে অর্গানিকে পরিণত হবে। | 事实上,TreeHugger报导过,印度的锡金州将在2015年达成完全使用有机的耕种方式,现在已完成了三分之一了。 |
32 | সিকিমের রাজ্য কৃষি মন্ত্রী কোলকাতার ”দি টেলিগ্রাফ” এ কিভাবে তাদের প্রক্রিয়া কাজ করে তা বর্ণনা করেছেন: | 锡金州的农业部长在加尔各答的“电讯报”上解释他们的转作有机过程,其说法被引用: |
33 | অর্গানিক সার্টিফিকেটের পদ্ধতিটি তিন বছরের প্রক্রিয়া। | 有机认证过程为期三年。 |
34 | এপিইডিএ কর্তৃক এক্রিডিটেশনকৃত তিনটি সংস্থা রাজ্যের চারটি জেলার ১৮৪৫৩ হেক্টরের মালিক ১২,৪৫৬ জন কৃষককে সি-১ সার্টিফিকেট প্রদান করেছে। | 由三个APEDA认证机构核发给经注册的12,456个认证农民,拥有总计国内四个地区内的18,453公顷土地,在第一年发给C-1标签,随后在第二年得到C-2,第三年则标签为C-3。 |
35 | প্রথম বছর ভূমি সি-১, পরবর্তী বছরে সি-২ এবং পরের বছর সি-৩ ট্যাগ পায়। | C-3标签表示在该特定地区所生产的作物是有机的。 |
36 | সি-৩ ট্যাগ নিশ্চিত করে যে ঐ নির্দিষ্ট প্লটে যে কোন ধরনের শস্য চাষ করা হোক, তা অর্গানিক। | 话虽如此,不丹“完全有机”的想法收到全球网友的热情支持。 |
37 | যা বলা হয়েছে, ভুটানের সম্পূর্ণরূপে অর্গানিকে পরিণত হওয়াকে পৃথিবীর নেটিজেনদের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। | 学校行政人员Judith Renaud (@JudithRenaud)推文说: |
38 | স্কুল পরিচালক জুডিথ রিনাউড (@ জুডিথরিনাউড) টুইট করেছেন: @জুডিথরিনাউড (জুডিথ রিনাউড): ভুটান পৃথিবীকে দেখাবে যে যারা আমাদের বিষাক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের ভূমি, আমাদের খাদ্য এবং নিজেদেরকে রক্ষা করতে পারি। http://bit.ly/YroO4m | @JudithRenaud(Judith Renaud)不丹告诉全世界,我们可以保卫我们的土地、食物和自身,避免他人对我们的毒害。 http://bit.ly/YroO4m |
39 | ফেসবুকে সিটিজেন একশন নেটওয়ার্ক এর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। | 公民行动网络成员也在Facebook上,宣布了他们的兴奋之情。 |
40 | ভুটানীদের প্রতিক্রিয়া “গো ফার ভুটান” শিরোনামের ভিডিও প্রতিবেদনে প্রকাশিত। | 而关于不丹人的反应,“远走不丹”网站发布这个影音报导。 |