Sentence alignment for gv-ben-20090812-5008.xml (html) - gv-zhs-20090815-3465.xml (html)

#benzhs
1হান্গেরী, ইউক্রেইন: অবৈধ স্টেম সেল চিকিৎসা匈牙利、乌克兰:非法干细胞疗程
2২০০৯-এর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে হান্গেরীর স্টেম সেল থেরাপী (চিকিৎসা পদ্ধতি) আন্তর্জাতিক এক নীতির আওতায় চলে আসে, যা এক কঠোর শর্তে এই বিষয়টি বিবেচনা করে যে, স্টেম সেল কেবল পদ্ধতিগত চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
3চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট মেডিজোনা.从2009年一月一日起,匈牙利的干细胞疗程将依循国际法规严谨的控管做调整。
4এইচইউ (হান্গেরীয় ভাষায়) লিখেছে, স্টেম সেল গবেষণার আইনগত যোগ্যতা এবং সেগুলো ব্যবহার পদ্ধতি কোন পেশাদার প্রাণী পরীক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। এরপর তা মানবদেহে পরীক্ষা করে দেখতে হবে।Medizona.hu[匈牙利文]医疗网站表示,干细胞的管辖权以及使用方法,必须以专业的动物实验做管理。
5এই কাজটি করতে হবে যথার্থ অনুমতি নিয়ে এবং গবেষণা কেবল কোন স্বীকৃত পরীক্ষাগারে করা যাবে। গত সপ্তাহে হান্গেরীতে চারজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে।而后,在适度的允许下,依循临床测验准则进行人体实验。
6তাদের গ্রেফতারের কারণ তারা অবৈধ ভাবে স্টেম সেল চিকিৎসা দিচ্ছিল।上周,警方逮捕进行非法干细胞治疗的四名嫌犯。
7পুলিশের রিপোর্ট অনুসারে এই চিকিৎসা যে কেবল বুদাপেস্ট ও কাপোসাভারে দেওয়া হচ্ছিল তা নয়, তার সাথে এটি হোটেল রুম ও কারো কারো বাসায়ও দেওয়া হচ্ছিল।根据警方报告,这些疗程不仅在布达佩斯(Budapest)跟Kaposvár进行,也在全国各地的饭店客房跟私人住家进行。
8হান্গেরীয়ান স্পেকট্রাম রিপোর্ট করছে: […] হান্গেরীর পুলিশ চারজন লোককে গ্রেফতার করেছে।Hungarian Spectrum报导:
9গ্রেফতারকৃত “বি জুলি” নাম জানা যায় ইয়ুলিই বালাতইয়াটিস হিসেবে।[…]匈牙利警方逮捕四个人:B.
10সে ইউক্রেইনে জন্মগ্রহণ কারী এক মার্কিন নাগরিক; সেই সাথে গ্রেফতার হয়েছে ইউক্রেইনের এক মহিলা, যার নাম নাতালিয়া কে. । সে ইউক্রেইনের খরকোভ এবং কিয়েভ থেকে ভ্রূণজাত স্টেম সেল সরবরাহ করত; এবং নাম পরিচয় জানা যায় নি এমন দুজন হান্গেরীয় এদের সাথে গ্রেফতার হয়েছে।Julliy真实身分为Yuliy Baltaytis,是一名乌克兰籍的美国人; 一名乌克兰女人Natalia K.,由Kharkov跟Kiev提供胚胎干细胞;另有两民身分不明的匈牙利人,其一以协助医师「运输冷却器材、从乌克兰处理装运,以及运输病人,遭到起 诉。」
11তাদের একজন ডাক্তারকে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত হয়েছে, “ঠাণ্ডা করার যন্ত্রপাতি সরবরাহ করা, ইউক্রেইন থেকে পণ্য নিয়ে আসা এবং নানা স্থান থেকে রোগীদের এখানে নিয়ে আসার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে”।
12পুলিশ বলছে একজন রোগীর কাছ থেকে এই পদ্ধতিতে চিকিৎসার জন্য তারা পাঁচ মিলিয়ন হান্গেরীয়ান ফোরিন্ট (২৫,০০০ ডলার/১৭৫০০০০ টাকা প্রায়) নিত।警方表示这些单一疗程要价五百万福林(约美金25,000)。[ …]
13দি বুদাপেষ্ট টাইমস এই বিষয়ে আরো জানাচ্ছে:布达佩斯时报有更详细的报导:
14[…] সন্দেহজনক ব্যক্তিটিকে ইউক্রেইন -আমেরিকান চিকিৎসক হিসেবে চিহ্নিত করা হয়েছে যার নাম ইয়ুলিই বালাতইয়াটিস। তার সাথে রয়েছে প্লাস্টিক সার্জন ইসতাভান সেফফার, এবং ইউক্রেইনের একজন জীববিজ্ঞানী যাকে আপাতত নাতালিয়া কে.[…]嫌犯身分已被查出为拥有乌克兰跟美国籍的医学教授Yuliy Baltaytis、整形外科医师István Seffer,跟一名乌克兰生物学家,Natalia K.。
15নামে জানা যাচ্ছে। ইনষ্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিন (আইআরএম) যার অফিস কাপোসভারে, তারা এই ধরনের চিকিৎসার জন্য দায়ী এবং চার নম্বর গ্রেফতারকৃতের নাম সান্ডর সাজাবো।据MTI所说,负责这些疗程的公司位于Kaposvár,名为Institute for Regenerative Medicine(IRM)。
16এমটিআই অনুসারে তিনি উক্ত কোম্পানীর সিইও বা প্রধান।执行长Sándor Szabó,也是第四名被拘留者。
17আইআরএম সেখানে সেফফার এন্ড রেননের ক্লিনিক থেকে জায়গা ভাড়া নিয়েছে। এ তথ্য জানিয়েছে এই ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ও ইসতাভান সেফফারের ভাই টিবর সেফফার।诊所的负责人Tibor Seffer,同时也是István Seffer的兄弟说明IRM从Seffer & Renner诊所承租空间。
18তিনি আরো জানান যে আইআরএমের গবেষণাগার আলাদা ভাবে কাজ করত এবং স্টেম সেল গবেষণার সাথে সেফফার ক্লিনিকের কোন সম্পর্ক ছিল না। […]他补充说明IRM的实验室是分开的,Seffer诊所与干细胞的研究并没有任何关系。[ …]
19হান্গেরীয়ান স্পেকট্রাম যোগ করছে:Hungarian Spectrum补充:
20[…] এই কোম্পানীর সিইও ছিলেন সান্ডার সাজাবো এবং এর সদস্য তালিকায় আমরা পেয়েছি ইমরে পাকহ, ইসতাভান সেফফার, যিনি কাপোসভারের প্লাস্টিক সার্জন এবং এডাম ফাসেই এর নাম যিনি “প্রচার মাধ্যমের এক তারকা”।[…]公司的执行长是Sándor Szabó,同任要职的还有Imre Pákh、来自Kaposvár的整形外科医师István Seffer跟一名医界明星Ádám Fásy,以开创匈牙利选美比赛致富。
21তিনি সৌন্দর্য বর্ধনের ধারণা দিয়ে হান্গেরীতে বড়লোক হয়েছেন। অন্যথায় ফাসেই হান্গেরীর পুরানো ধাঁচের অনুষ্ঠান করে থাকেন যার নাম “ফাসেই মুলাটো” “ফাসেই রাভেলারি”। […]除此以外,Fásy在ATV电视台有一个名为「Fásy mulató」的粗劣电视节目。[ …]
22এক বছর আগে ৩১ বছর বয়স্ক এক মা তার সন্তানের ডুচেনে মাসকুলার ডায়েসট্রফি রোগের চিকিৎসার অনুসন্ধান করছিলেন। তিনি ডা: ইসতাভান সেফফার, যিনি গ্রেফতারকৃতদের মধ্যে একজন তার সম্বন্ধে একটি পোষ্ট লিখেন (হান্গেরীর ভাষায়)।一年前,一名31岁的母亲为罹患裘馨氏肌肉失养症(Duchenne Muscular Dystrophy)的儿子寻找疗方,写了一篇文章[匈牙利文]关于被逮捕的匈牙利籍医师István Seffer,因为她打算求助于这项疗程:
23ভদ্রমহিলা তার এই চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করেছিলেন। […] আমি যথারীতি উল্লেখ করছি যে ডা: ইসতাভান সেফফারের সাথে আমার যোগাযোগ হয়েছিল।我已经提到István Seffer医师,愿意在一间位于Kaposvár的私人整型外科诊所处理干细胞。
24আমার সন্তানের স্টেম সেল চিকিৎসার জন্য। তিনি কাপোসভারে এক প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিকে এই চিকিৎসা করতেন।他们尚未得到道德允许,但是,在Kiev开业的Picskur医师,将 会来这里执行植入手术。
25এই চিকিৎসা করার তাদের নৈতিক কোন অনুমতি ছিল না, কিন্তু ডাক্তার পিসকুর কিয়েভে এইভাবে চিকিৎসা করেন।当然我们自行负责手术的成败(病患必须签切结书)。
26তিনি এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার জন্য এখানে আসেন। অবশ্যই আমি আমার নিজের দায়িত্বে সন্তানের (রোগী বা তার আত্মীয়দের এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ স্বাক্ষর প্রদান করতে হয়) জন্য এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার ভার নিয়েছিলাম।从三个条件问题来看,他们能轻易的解决两个,因为有合适的医疗卫生环境,而干细 胞是在匈牙利而非Kiev培养的,根据医师的说明,这完全在控制内(就感染及遗传性疾病而言)。
27তার তিনটি সমস্যা ছিল।第三点是癌症的威胁。
28এর মধ্যে দু'টি তারা ঠিক করতে পেরেছে।目前我还不知道这样的状况,但以目前的科学来考量,我想他们也不清楚…
29যা তারা সঠিক ভাবে করার উদ্দেশ্য নিয়ে করেছে।疗程的干细胞由流产的胚胎取出。
30এই ক্ষেত্রে তারা ঠিকমতো স্বাস্থ্যকর শর্তগুলো পুরণ করেছে। তারা এর জন্য যে স্টেম সেল গুলো ব্যবহার করেছে তা কিয়েভের নয়, হান্গেরীতে উৎপন্ন হয়েছে।Részeg Szamár(醉驴)针对这事件,写了愤慨的的回应[匈牙利文]:
31এই কথা ডাক্তাররা বলেছিল, যে পরিস্থিতির উপর তারা পুরোপুরি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে (সংক্রমণ ও জীনগত রোগের উপর)।[…]如同Neveletlen以及其他媒体写道,干细胞是由坏死或是流产的胚胎取得。
32তৃতীয় বিষয়টি ছিল ক্যান্সারের ঝুঁকি, এই বিষয়ে বর্তমানেও আমি কিছু জানি না, তবে বর্তমান বিজ্ঞানের অবস্থা বিবেচনা করে বলতে পারি, তারাও এই বিষয়ে কিছু জানে না।[..]有件事是绝对的:不是死亡的胚胎, 因 为死亡的胚胎没有可以被移植的器官。
33স্টেম সেল গবেষণার ভিত্তি হল এক পরিত্যক্ত ভ্রূণ। রেসজেগ জামারাস (“মাতাল গাধা”) এই বিষয়ে এক ক্রুদ্ধ পোস্ট লিখেন (হান্গেরীয় ভাষায়):但是从Pisti [István Seffer]跟他朋友的说法听来,似乎没有暴力介入,从这些母亲的子宫取得胚胎。
34[…] যেমনটা নেভেলেটলেন এবং অন্য কয়েকটি পত্রিকা লিখেছে, স্টেম সেল, মারা যাচ্ছে বা পরিত্যাগ করা হচ্ছে এমন কোন ভ্রূণ থেকে নেওয়া হয়।而是他们恰好得到刚被刮掉或是正要离开子宫,同时却还活着的胚胎,并在 胚胎成为垃圾被丢弃之前,从中获利几百万。
35এই ব্যাপারে একটা বিষয় নিশ্চিত করা যেতে পারে যে, স্টেম সেল কোন মৃত ভ্রূণ থেকে নেওয়া হয় না।然而,「站在人道的立场」,站在Pisti荷包的立场,不被需要的胚胎有了用处,而且每一个都拥有一个血亲的妈 妈。
36কারণ মৃত কোন প্রাণীর শরীরের কোন অঙ্গ কোন জীবিত প্রাণীর দেহে স্থাপন করা যায় না।所以事到如今,妈妈们只好签下合法文件,同意这些事的发生。
37কিন্তু পিটসি [ইসতাভান সেফফার] এবং তার বন্ধুরা মায়ের জরায়ু থেকে কোন কিছু জোর করে বের করেনি, কেবল টুপ করে নিয়ে নিয়েছেন। কিন্তু তারপরেও ভ্রূণকে জীবিত রেখেছেন এবং ডাস্টবিনে ফেলার আগে ভ্রূণ থেকে লক্ষ লক্ষ কোষ নিয়ে নিয়েছেন।如果Pisti,无法题供这些文件,这就是他的大栽头,如果他有这些文件,这一切的形象就 好看多了,但只有一点点,因为这些干细胞并未通过强制性的检查。
38যাই হোক “মানবতা” ও পিটসির পকেটের খাতিরে এই না চাওয়া ভ্রূণ আরেক জনের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে এবং এদের প্রত্যেকের একজন জৈবিক মা ছিল।我想,幸运儿与其得到永生,也可能花了五百万得到一个恐怖的遗传性疾病。
39কাজেই এইসব মা'দেরও এই কাজের বৈধকরণ নীতিতে স্বাক্ষর করতে হয়েছে এই বলে যে এই সকল কাজে তাদের কোন আপত্তি নাই।再说一个小事情, 就是这些活动在欧盟都是禁止的。
40যদি পিটসি তা উপস্থাপন করতে না পারে, তা হলে যে সে বিশাল খাদে পড়তে যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই। কারণ স্টেম সেল এখনো তার আইনগত নিয়মতান্ত্রিকতা পার হতে পারে নি, মানে সে পুরোপুরি অবৈধ।根据匈牙利通讯社MTI,István Seffer的辩护律师Péter Zamecsnik,宣布医师已在周四被释放,改为软禁在家。
41কাজেই সৌভাগ্যবান যারা জীনগত কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন, যা পাঁচ মিলিয়নে বা পঞ্চাশ লক্ষে প্রায় একজনের হয়, কারো গর্ভের বা এক অভ্যন্তরীণ জীবন নষ্ট করার বদলে সে নিজের জীবনে অতিরিক্ত আয়ু লাভ করে, আমি মনে করি একটি ছোট্ট বিষয়ের কথা উপস্থাপন করা হয় নি, এই সকল চিকিৎসা নিষিদ্ধ [ইউরোপীয়ান ইউনিয়নে]।
42হান্গেরী নিউজ এজেন্সি এমটিআই-এর তথ্য অনুসারে পিটার জামেসনিক, যিনি ইসতাভান সেফফারের আইনজীবী, তিনি জানান বৃহস্পতিবার এই ডাক্তারকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।校对:Soup