# | ben | zhs |
---|
1 | হংকং: একটি অগণতান্ত্রিক সিটি মেয়র নির্বাচনকে নেটনাগরিকরা না বলছে | 香港:市民对非民主特首选举说不 |
2 | ২৫ মার্চে হংকং-এর চীনা কেন্দীয় লিয়াজো অফিসের সক্রিয় প্রভাব এবং লবীর মাধ্যমে, প্রধান নির্বাহী নির্বাচক কমিটির ১,২০০ জন সদস্যের মধ্যে, ৬৮৯ জনের ভোটে নির্বাচিত লুয়েন চুন ইঙ্গ-হংকং-এর আগামী মেয়র হতে যাচ্ছেন। | 由1200人组成的香港特首选举委员会于三月二十五日投票选出下届特首。 在中央人民政府驻香港特别行政区联络办公室的影响和积极游说下,梁振英以689票当选。 |
3 | যখন নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়, তখন অস্থায়ী নির্বাচনী কেন্দ্রের সামনে হাজার হাজার বিক্ষোভকারী, নির্বাচনে বেইজিং-এর প্রভাব খাটানোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। | 选举结果公布后,上千名示威者在临时选举会场外抗议北京当局干预选举过程。 |
4 | অনুরূপ এক গণ ভোট। | 模拟全民公投 |
5 | নির্বাচনের আগে, ২৩ ও ২৪ মার্চে, হংকং-এর প্রায় ২২০,০০০ জন বাসিন্দা, হংকং বিশ্ববিদ্যালয়ের গণমত কর্মসূচি বিভাগ আয়োজিত এক অনুরূপ গণ ভোটে অংশ নেয়, (মক বা অনুরূপ নির্বাচন) যা মূলত ক্ষুদ্র পরিসরে আয়োজিত এই নির্বাচনের প্রতি অসন্তোষ এবং সিটি মেয়র নির্বাচনে নিজেদের ভোটাধিকারের দাবীতে আয়োজন করা হয়েছিল। | 选举前,在三月二十二至二十四日,香港大学的民意研究计划举办了“3.23民间全民投票计划”,有超过22万名香港市民参与模拟投票,以表示对小圈子选举的不满,同时维护作为香港市民应有的特首选举投票权。 |
6 | যদিও অনলাইনের ভোটিং সিস্টেমে হ্যাকাররা আক্রমণ চালায় , তারপরে হাজার হাজার ভোটার ( স্থানীয় বাসিন্দা যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে)। | 计划的线上投票系统虽受骇客入侵,但仍有上千名合法选民(18岁以上的本地居民)坚持于投票站外排队投票。 |
7 | ভোট দেবার জন্য স্থানীয় ভোট কেন্দ্রে লাইন তৈরী করতে উৎসাহ প্রদান করে: | 三月二十四日,香港理工大学投票站。 |
8 | ২৪ মার্চে পলি স্টেশনের সামনে ভোট কেন্দ্রের অবস্থা। ছবি সিভিক রেফারেন্ডামের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | 来源:脸书页面:Civic Referendum |
9 | ফেসবুক ব্যবহারকারী লেয়ুং চাউ মিং ২৩ মার্চে একটি ভোট কেন্দ্রের বাইরে এক লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি ফেসবুকের পাতায় এই গণ ভোট কার্যক্রমের আবেগীয় দৃশ্যের বর্ণনা প্রদান করেছেন: | Facebook 使用者 Leung Chau Ming [en] 在三月二十四日在一个投票站外排队;他在脸书页面上 形容当天全民投票活动的动人一幕: |
10 | আমি একটি লাইনে দাঁড়িয়ে ছিলাম, প্রচণ্ড ভীড় সত্ত্বেও আমার সবাই শৃঙ্খলাবদ্ধ দাঁড়িয়ে থাকি। লাইনে, (সেখান) বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং তরুণরা উপস্থিত ছিল। | 当时我身在其中, 寒风中大家也很自律, 有老中青, 更有妈妈在边排队边给小朋友喂饭。 |
11 | লাইনে দাঁড়ানো অবস্থান এক মা তার শিশু পুত্রকে দুগ্ধ পান করাচ্ছিল। আমি খুব ভাল ভাবে উপলব্ধি করতে পারি জুন ৪ [ বাৎসরিক মোম প্রজ্বলন রাত্রি প্রার্থনা] ১ জুলাই [এই বছর] এবং ২৩ মার্চে [নির্বাচনে বেইজিং-এর হস্তক্ষেপের প্রতিবাদে], ইত্যাদি প্রতিবাদ এবং মিছিল সত্ত্বে, আমরা আমাদের জীবনে গণতন্ত্রের ফল দেখতে পাব না, তবে এখন থেকে প্রজন্ম তৈরী হচ্ছে, আমাদের সেই পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্ম হয়ত এর ফল লাভ করতে পারবে। | 深明今天所为, 从64至71到323 etc., 未会于 有生之年 见证 民主之成果; 但为下一代…下两代…下下下N代,我们是有责任的, 亦是 每个香港人 此时此刻 应尽的义务! |
12 | আমাদের দায়িত্ব রয়েছে, আর এটি বাধ্যতামূলক বিষয় যে সকল হংকং বাসীকে এখানে আসতে হবে এবং তা এখনই! লুয়েং-এর সাথে থমাস প্যাং সেই একই লাইনে দাঁড়িয়ে ছিল এবং সে ব্যাখ্যা করছে কেন সে এই অনুরূপ নির্বাচনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়: | 与 Leung Chau Ming 在同一队伍中的 Thomas Pang 解释他排队参与模拟选举的原因: |
13 | এটা হচ্ছে বর্তমান বাস্তবতা, কিন্তু আমরা একটা পরিবর্তন চাইছি। আর আমরা “চীনের মত-প্রসাদ রাজনীতি চাইনা”। | 这是现况,但是我们期望改变。 |
14 | এ কারণে আমরা ভোট দেওয়ার জন্য বের হয়েছি। আমরা এই কাজটি করব, কারণ আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আবার একই ঘটনার জন্য রাস্তায় নেমে আসুক। | 我们不想再有“宫廷政治 - 中国版”。 |
15 | আমি আশি করি লোসো তা অনুভব করবে। | 所以我们出来投票。 |
16 | ঘটনাক্রমে, ২২২, ৯৯০ জন নাগরিক এই অনুরূপ নির্বাচনে ভোট দিয়েছে, যার মধ্যে ৫৪. | 我们这样做是为了下一代不再需要经历这些。 |
17 | ৬ শতাংশ নাগরিক ব্লাঙ্ক ভোট বা খালি স্থানে সিল মেরেছে। | 我希望我的孙子会理解。 |
18 | এতে লিয়েং চুন ইঙ্গি মাত্র ১৭. ৮ শতাংশ ভোট পেয়েছে, যা কিনা ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের একেবারে বিপরীত অবস্থা। | 最后,共有222,990名市民于模拟选举中投票,当中54. |
19 | হংকং এর কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে প্রধান নির্বাহী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। | 6%投下白票。 |
20 | ২৫ মার্চে সিটি হলের বাইরের বিক্ষোভ | 梁振英在模拟选举只得到17. |
21 | ২৫ মার্চে, প্রায় ২,০০০-এর বেশী নাগরিক অস্থায়ী নির্বাচন কেন্দ্রের বাইরে বিক্ষোভ প্রদর্শন কর। | 8%的支持票,与香港会议展览中心举行之小圈子选举的结果形成强烈对比。 |
22 | তারা লুয়েং-এর জয়ে ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশের গড়া ব্যারিকেডে ধাক্কা দেয়। | 三月25日,市政厅外示威 |
23 | নিচে বিক্ষোভ প্রদর্শনের এলাকা থেকে ইনমিডিয়াএইচকে. | 三月25日,超过两千人在临时选举会场外抗议。 |
24 | নেট-এ প্রকাশিত থেকে নাগরিক সাংবাদিকদের তোলা কিছু ছবি প্রদর্শন করা হল: | 对梁振英的当选表达愤怒,他们推撞警方的路障。 |
25 | ২৫ মার্চে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী ইনমিডিয়াএইচকে-এর (সিসি বাই-এনসি) | 以下是当天市民记者摄得的示威镜头,来源是 inmediahk.net。 |
26 | বিক্ষোভকারীরা নির্বাচনী হলের বাইরে বসে আছে, ছবি ফ্লিকার ব্যবহারকারী ইনমিডিয়াএইচকে-এর (সিসি বাই-এনসি) ক্ষুদ্র পরিসরের নির্বাচনকে না বলুন, শুকরছানা, নেকেড়ে এবং ঘুঘুর নির্বাচনকে। | 来源:Flickr 用户 inmediahk (CC BY-NC) |
27 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ইনমিডিয়াএইচকে (সিসি বাই-এনসি) | 示威者于选举会堂外坐着。 |
28 | জোশুয়া উং একজন তরুণ একটিভিস্ট, তিনি বিক্ষোভের উপর দৃষ্টি প্রতিফলিত করেছেন এবং এই ধরনের কার্যক্রমে জনতার অংশগ্রহণে অনিচ্ছার ব্যাপারে তার হতাশা ব্যাক্ত করেছেন: | 来源:Flickr 用户 inmediahk (CC BY-NC) |
29 | আমি স্মরণ করতে পারি, যখন আমি কেন্দ্রের পাশে রাস্তার ধারে বসে ছিলাম, সে সময় হঠাৎ একজন চেচিয়ে উঠল, সি ওয়াই লুয়েং জিতেছে! নাগরিকরা উঠে দাঁড়ালো এবং চেঁচামেচি শুরু হল। | 反对小圈子选举:猪、狼、鸽。( |
30 | মনে হল তারা বেশ অবাক হয়ে গেছে, আমি তার জয়ের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আশা করিনি যে প্রথম রাউন্ডে সে ৬৮৯ ভোটে জিতবে। | 指三名候选人) 来源:Flickr 用户 inmediahk (CC BY-NC) |
31 | আমি ভগ্ন হৃদয়ে ঘরে ফিরে এলাম, এই কারণে নয় যে লুয়েং জয়লাভ করেছে, বরঞ্চ হতাশা এবং বিচ্ছিনতার কারণে। | Joshua Wong,一名年轻的行动份子回想当天的示威,表达他对人们不愿行动的失望之情。 |
32 | এই উত্তেজনা এক রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি করবে এবং হংকং-এর চরিত্র ধ্বংস করে ফেলবে। . | 還記得今天在會展外的馬路坐下時,忽然有人大叫:「梁振英當選!」,群眾們立即站立起哄,面上流露著驚訝的神情。 |
33 | ', ‘ বিক্ষোভের পরও বিষয়টি অর্থহীন হয়ে রইল', ‘ বিশ্বের সকল প্রান্তেই সত্যিকারের কোন গণতন্ত্র নেই'…… | 我本身對梁振英當選也有心理準備,但也想不到他可在第一輪投票以689票立即當選。 |
34 | আমি সত্যিকার অর্থে আপনাদের জানাতে চাই যে লুয়েং-এর জয় ভয়ঙ্কর নয়; ভবিষ্যতের লৌহ মুষ্টির যে রাজনৈতিক হুমকি, সে বিষয়ে সবার সচেনতার অভাব। এমনকি যদি বিক্ষোভ প্রদর্শন এবং এই উদ্দেশ্য সমাবেত হবার মত স্বাধীনতায় উপর দমন চালানোর ঘটনাও বাড়তে থাকবে, তারপরেও আমি জনতার ক্ষমতার উপর বিশ্বাস রাখি। | 回家時十分痛心,我痛心的不是梁振英當選,我痛心的是大家的那種犬儒和事不關已的心態,「邊個做特首都唔關我事,平平安安和和諧諧咪算」、「懶衝動只會搞到政局亂哂搞臭香港個名」、「抗爭完都無用架啦」、「呢個世界邊有真正民主」…… |
35 | বিশেষ করে, সামাজিক কার্যক্রমে ছাত্র এবং বন্ধুদের ক্রমাগত যোগ দেওয়ার জন্য আমি উৎসাহ প্রদান করে যাব, বিশেষ করে ১ জুলাই-এর মিছিলে যোগ দেওয়ার সুযোগ যেন গ্রহণ করে। আসুন আমাদের পদক্ষেপ যেন চীনে কমিউনিস্ট শাসকদের বলে যে আমরা লুয়েং চুন ইঙ্গ-কে চাই না, যে কিনা এক ক্ষুদ্র পরিসরের নির্বাচনের মাধ্যমে “ নির্বাচিত” হয়ে এসেছে এবং মাত্র ১৮ শতাংশ জনতা যাকে আমাদের প্রধান নির্বাহী হিসেবে দেখতে চায়। | 我很想告訴大家,梁振英當選並不可怕,可怕的是大家對強勢政治和硬推政策無動於衷,即使將來對遊行集會的打壓會越來越強,但我乃我始終如一地相信群眾運動的力量,特別很想告訴各位同學和朋友,嘗試第一次的社會行動,把握今年的七一遊行,讓大家以一個又一個足印,告訴中共政權,我們不要這個由小圈子選舉產生,只有18%認受性的梁振英特首。 |
36 | স্থানীয় রাজনীতিতে বেইজিং-এর হস্তক্ষেপের প্রতিবাদে আগামী ১ এপ্রিলে আরেকটি বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। | 另一场抗议北京干扰香港本地政治的示威,将于四月一日举行。 |