# | ben | zhs |
---|
1 | অ্যামাজনের পরিবেশগত হুমকি মোকাবিলার জন্য এবার উড়বে ড্রোন | 亚马逊上空的无人机: 锁定环境威胁 |
2 | চিরহরিৎ বিমানবাহিনী: আদিবাসীরা তাদের জমি রক্ষা করতে ড্রোন উড়িয়েছেন। | 雨林空军:原住民遥控无人机来保护他们的土地。 |
3 | ভিমিওতে জর্জি তুশেভের কাছে থেকে পাওয়া। | 来自Vimeo, GEORGI TUSHEV。 |
4 | ২০১৪ সালের আগস্ট মাসে তুশেভ অ্যরিয়েল গ্রুপ দ্বারা পরিচালিত একটি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। | 2014年8月,航拍组织Tushevs Aerials对南美的原住民领袖进行了一次培训。 |
5 | সেই প্রশিক্ষণে পেরুর লরেটো ও মাদ্রি ডি অঞ্চলের আদিবাসী নেতারা আবিষ্কার করেন, রেনফরেস্টে পরিবেশগত হুমকি পর্যবেক্ষণে ড্রোন বিশেষ ভূমিকা পালন করতে পারে। | 从那之后,秘鲁的洛莱托地区(Loreto)和上帝之母地区(Madre de Dios)的原住民领袖开始探索,如何让无人机在监控对亚马逊雨林环境的威胁中发挥更大作用。 |
6 | কর্মশালাটি মারানন নদীর তীরে অবস্থিত সারামুরো সম্প্রদায়ে অনুষ্ঠিত হয় এবং পানামার ইমবেরা-অউনান সম্প্রদায়ের সদস্য সহ বিভিন্ন অ্যামাজোনিয়ান সম্প্রদায়ের ১৫ জন অংশগ্রহণকারী তাতে অংশ নেন। অংশগ্রহণকারীরা ফ্লাইট সিমুলেটর ব্যবহার পদ্ধতি এবং স্বনির্দেশকারী বৈশিষ্ট্য ব্যবহার করে উড্ডয়ন করার পরিকল্পনার জন্য কিভাবে সফটওয়্যার ব্যবহার করতে হয় তা শিখেছেন। | 这些培训在马拉尼翁河畔(Río Marañón)的萨拉穆罗小区(Saramuro)展开,15名来自亚马逊流域不同地区的代表参加了培训,其中包括了巴拿马安贝拉自治区(Embera-Wounaan)的成员。 |
7 | এছাড়াও তথ্য মূল্যায়নের প্রক্রিয়া এবং ড্রোন দ্বারা সংগৃহীত ছবি থেকে কিভাবে মানচিত্র তৈরি করতে হয় তাঁর উপরও ছিল বিশেষ সেশন। | 与会人员使用了模拟飞行器,学习如何用软件的自动飞行功能计划无人飞行。 |
8 | পেরুর জঙ্গল উন্নয়নে আন্ত: জাতিগত এসোসিয়েশন এই ভিডিওটি নির্মাণ করেছে, যেটি কর্মশালার অন্যতম একটি আয়োজকও ছিল। | 培训课程还包括数据评估和如何利用无人机拍摄的照片来绘制地图。 |
9 | সম্প্রদায়ের সদস্যরা বলছেন, ড্রোনের মাধ্যমে বেআইনি কাঠ কাটা এবং খনির উত্তোলন ও সেইসাথে ডকুমেন্টেশন মাধ্যমে জমি অধিগ্রহণের মতো সম্ভাব্য হুমকি আরো দক্ষতা এবং দ্রুততার সাথে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। | 在由这次培训的主办方秘鲁雨林跨民族发展协会(AIDESEP)制作的短片中,小区成员们提到,无人机会让他们更有效和快速地监控那些对亚马逊雨林潜在的威胁,例如非法砍伐、采矿以及「合法」的土地侵略。 |
10 | প্রাথমিক কর্মশালা শেষ হলে, ২০১৫ সালের শুরুর দিকে পানামায় একটি ফলো আপ সেশনের পরিকল্পনা করা হয়েছে। | 这次培训结束之后,大家已经开始计划2015年初在巴拿马进行后续培训。 |
11 | এই সেশনে তাদের উড়ন্ত দক্ষতা বৃদ্ধিতে এবং সংগৃহীত তথ্য কিভাবে আরও ভালভাবে পর্যবেক্ষণ করা যায় সে বিষয়ে আরো সময় দেওয়া হবে। | 这些培训会花更多时间来改善成员们的飞行操控技巧,同时训练他们对收集到的数据进行更好的分析。 |
12 | থাম্বনেল ছবিটি ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট। | 校对:Fen |