# | ben | zhs |
---|
1 | মিনস্ক সামিট ২. | 明斯克高峰会2. |
2 | ০ ছবি সম্পাদনা কেভিন রুথরকের | 0版 图片由Kevin Rothrock编辑。 |
3 | বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে এক দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনাকর, উচ্চ মাত্রার ঝুঁকি সম্পন্ন আন্তর্জাতিক অধিবেশনে অংশ নেয়। | 周三(2月11日),国际政要在白俄罗斯首都明斯克齐聚一堂。 为了一场令人神经紧绷且风险甚高的国际政治游戏,他们通宵达旦地进行了一场马拉松式协商。 |
4 | বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দুই সবচেয়ে প্রভাবশালী নেতা জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাসোয়া ওলান্দ, সাথে ইউক্রেনের রাষ্ট্রপতি পেট্রো পরোশেঙ্কো এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও স্বাগত জানান, যাদের সাথে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের একদল কূটনৈতিক সহচর উপস্থিত ছিল, আর এই অধিবেশনের উদ্দেশ্য ছিল পূর্ব ইউক্রেনে ক্রমশ বাড়তে থাকা সংঘর্ষ বন্ধে নাটকীয় এক কূটনৈতিক চাপ প্রয়োগ। | 白俄罗斯总统亚历山大. 卢卡申科(英:Alexander Lukashenko 俄:Александр Лукашенко)诚挚款待了欧盟国家两位最有权力的国家元首──德国总理安格拉. |
5 | পরিশেষে, ১৬ ঘন্টার দীর্ঘ ক্লান্তিকর এই শান্তি আলোচনা অধিবেশন নেতারা বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেনে নিয়ে যায়, তাদের এই প্রচেষ্টার ফল প্রদর্শিত হয় এক শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। | 梅克尔(Angela Merkel)丶法国总统佛朗索瓦. 欧兰德(英: Francois Hollande 法:François Hollande),以及乌克兰总统彼得罗. |
6 | যখন এই আলোচনা শুরু হয়,তখন এর অগ্রগতির প্রতি নজর রাখার জন্য সারা বিশ্বের নাগরিকদের সাথে রাশিয়ার নাগরিকদের চোখ স্যোশাল মিডিয়ায় আটকে ছিল। | 波洛申科(英:Petro Poroshenko 乌:Петро Порошенко)和俄罗斯总统佛拉基米尔. |
7 | আর ঘটনা হচ্ছে রাতের প্রায় বেশীর ভাগ সময় বিক্ষিপ্ত ভাবে এই বিষয়ে সংবাদ প্রদান করা হচ্ছিল, যেহেতু এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এক রুদ্ধদ্বার কক্ষে, আর বিষয়টি বড় জোর মাঝে মাঝে সামান্য সময়ের জন্য ইন্টারনেটকে ধীরগতির করে ফেলছিল। | 普丁(英: Vladimir Putin 俄:Владимир Путин),还有他们的随行人员。 |
8 | সম্ভবত এই ছবিটি স্যোশাল নেটওয়ার্কে সবচেয়ে জনপ্রিয় এক ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে: | 他们希望透过激励人心的外交进展,来停止乌克兰东部持续升温的暴力冲突。 |
9 | ছবি টিভিরেইন. | 在连续16小时累人的协商之後,这些国家领导人终於在周四上午现身了,并熬出了一纸和平协议以显示他们的努力。 |
10 | রু থেকে নেওয়া | 当会晤的消息公布後,俄国人及各国民众,无不透过社群媒体网络紧密关注最新发展。 |
11 | রাজনৈতিক ধারাভাষ্য এবং রসিকতার জন্য অজস্র স্যোশাল মিডিয়া ব্যবহারকারী এই ছবিটি ব্যবহার করেছে: | 即便各国元首关起门来进行会谈,该夜对外透露的消息甚少,网路上的热络氛围仍丝毫不减。 |
12 | এখন থেকে এই সীমাহীন ভাবে এই ছবিটি মীম (ইন্টারনেট বিদ্রূপ) হিসেবে ব্যবহার হবে। | 在社群网路上被网友分享转贴的照片中,最受欢迎的大概是这张: |
13 | বেশী করে তুলে ধরা মন্তব্য এবং পোস্টের অনেকগুলোতে একইরকম সূক্ষ্ম রাজনৈতিক মেজাজের সমন্বয়ে রসিকতার সুর ধরা পড়ে। | 照片来自TV Rain (Телеканал ДОЖДЬ) |
14 | রুনেটইকোর এক জনপ্রিয় একাউন্ট যে কিনা হালকা রসিকতার জন্য আলাদা ভাবে পরিচিত, সে সাম্প্রতিক নেটফ্লিক্সের হাউস অফ কার্ডস নামক জনপ্রিয় ধারাবাহিকের আগামীতে প্রচারিতব্য কাহিনীর দুর্ঘটনাক্রমে ফাঁস হয়ে যাওয়া সংবাদের সাথে মিনস্কের এই উত্তেজনাকর পরিস্থিতিকে যুক্ত করেছে: | 许多社群媒体使用者用这张照片大发政治评论和玩笑话。 这将会被永久模仿#明斯克高峰会(#MinskSummit)。 |
15 | তারা হাউজ অফ কার্ডস নামক ধারাবাহিকের তৃতীয় পর্বের ঘটনাগুলো দেখছে। . | 许多被广为分享的评论和贴文,都是像这样结合了幽默和挖苦的政治意涵。 |
16 | ভ্লাদিমির পুতিনের মিনস্কে পৌছানোর এক শাদামাটা ছবি এবং আর এ কারণে রাশিয়ার বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনির একাউন্ট পেয়েছে এক হাস্য রসাত্মক শিরোনাম যা পুনরায় শত শত বার টুইট করা হয়েছে। | 一个专搞黑色幽默且颇受欢迎的RuNet帐号,则把这一次在明斯克上演的外交紧绷,扯上了美国影集《纸牌屋》(House of Cards)最近在Netflix上意外泄露最新一季的事件。 |
17 | যদি এটা সাজানো নাটক হয়ে থাকে, তাহলে তারা মিনস্কে পুতিনের মত দেখতে একজনকে পাঠিয়েছে। | 他们在收看第三季的《纸牌屋》。 一张拍到刚抵达明斯克的普丁照片连同它那逗趣的照片说明,透过俄罗斯反对派人物阿列克谢. |
18 | আরেকটি জনপ্রিয় উপাদান দ্রুত স্যোশাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে আর তা হচ্ছে একটির সাথে যুক্ত করা আরেকটি দৃশ্যে দিয়ে তৈরী করা এক ভিডিও, দৃশ্যত যেখানে দেখা যাচ্ছে লুকাশেঙ্কো তখন পুতিনের চেয়ার টান দিয়ে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে যখন পুতিন সেটাতে বসার চেষ্টা করছে: | 纳瓦尼(英: Alexey Navalny 俄: Алекей Навальный)帐号被推友们转推了几百次。 他们送了一个替身去明斯克,万一那边有设局的话。 |
19 | যারা এই অসাধারণ ভিডিও ক্লিপ প্রদর্শন করেছে মনে হচ্ছিল প্রাথমিকভাবে তারা অসচেতন ভাবে এই কাজটি করেছে, তবে আদতে এটা ছিল এক সংবাদ দৃশ্য যেটাতে রসিকতার আমেজ আনার জন্য ভিডিওকে উল্টো করে চালিত করে দেখানো হয়েছে | 另一个备受欢迎的东西是这部重复播放的影片,这影片迅速地传遍了社群网络。 很明显,卢卡申科在普丁要坐下时,故意拉开他的椅子。 |
20 | রাত যত গভীর হতে থাকে, তখন স্যোশাল মিডিয়ার অনেকে বিশেষ করে যারা সাংবাদিক, তারা ঘুম থকে বঞ্চিত হওয়ার বিষয়ে পোস্ট করতে থাকে। | 然而大部分分享这部好笑短片的人一开始都没察觉到,这其实是为了喜剧效果而倒转播映的连续镜头画面。 正当漫长黑夜之时,许多社群媒体的贴文,特别是记者发布的,则开始聚焦在睡眠时间被剥夺这档事。 |
21 | মিনস্কের সংবাদ মাধ্যম ঘুমের রেশের মাঝে প্রবেশ করেছে, বেশ এখন আমারও খানিকটা ঘুমিয়ে নেওয়ার পালা। | 明斯克的媒体朋友们进入睡眠模式了。 嗯,我也要睡一下。 |
22 | যখন ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা ১২ ঘন্টা ধরে চলছে, তখন সাংবাদিক এবং স্থানীয় কর্মীরা খানিকটা জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। | 当乌克兰(#Ukraine)持续进行了近12小时,记者与当地工作人员试着休息一会儿。 |
23 | যখন আলোচনার পরের দিন ভোর পর্যন্ত গড়ায় তখন রেইন টিভি এমনকি পরেশেঙ্কোর হাই তোলা এক ছবি টুইট করার জন্য ব্যবহার করে। | 电视频道「雨声」(Телеканал Дождь,俄国独立新闻频道)甚至在清晨发布的一则关於协商的贴文中,把一张波洛申科打哈欠的照片用在上面。 |
24 | স্যোশাল মিডিয়ার কিছু একাউন্ট বেশ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার কাজে ব্যস্ত ছিল। | 一些社群媒体帐户则倒是尽些更为严肃的职责。 |
25 | যেমন উদাহরণ হিসেবে ইউক্রেনের এক ফেসবুক একাউন্টের কথা বলা যায়, যে তাৎক্ষণিক ঘটনাবলী তার ফেসবুক একাউন্টে পোস্ট করে রাষ্ট্রপতি পরেশেঙ্কোর সাহায্য করছিল এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাজা সংবাদ তুলে ধরার জন্য টুইটার একাউন্টের সাহায্য নিয়েছিল।: | 例如一位乌克兰总统波洛申科的助手就在他的脸书上随时张贴协商的更新动态,德国外交部也用推特分享最新消息: 快讯:#明斯克(#Minsk)达成协议。 |
26 | তাজা সংবাদঃ মিনস্কে উভয় পক্ষ শান্তি চুক্তিতে একমত হয়েছে। | #明斯克高峰会(#MinskSummit) |
27 | | 译者:Chien-An Wang 校对:Mia Shih |