Sentence alignment for gv-ben-20100219-9633.xml (html) - gv-zhs-20100227-4739.xml (html)

#benzhs
1পাকিস্তান: ঘুড়িগুলোকে উড়তে দাও巴基斯坦:让风筝翔起
2আকাশের উড়ছে ঘুড়ি।风筝飞翔在天边。
3ছবি ফ্লিকার ব্যবহারকারী নমি৪৯-এর।照片引用自Flickr使用者nomi49,依据创用CC授权使用。
4ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের অনেক অংশে, বিশেষ করে লাহোরে, ঐতিহ্যগতভাবে লোকজন ঘুড়ি উড়িয়ে বসন্ত উৎসব উদযাপন করে থাকে।在巴基斯坦许多地区,特别是在拉合尔(Lahore),民众会依据传统以放风筝来庆祝巴桑特节(Basant, 春天之意)。
5কিন্তু এই ঐতিহ্য এখন কিছু দিন ধরে বন্ধ রাখা হয়েছে।然而这项传统已经被中断了好一阵子。
6২০০৫ সালে পাকিস্তানের এক আইনজীবী লাহোর আদালতে ঘুড়ি উড়ানোর উপর নিষেধাজ্ঞা জারী করার জন্য মামলা দায়ের করেন। তিনি যুক্তি দেন, বসন্ত কেবল হিন্দুদের এক ধর্মীয় উৎসবই নয়, একই সাথে তা প্রাণঘাতী এক উৎসব।2005年时,一位巴基斯坦律师在拉合尔法院主张「巴桑特节」不仅是一种印度教的民俗,还是个危险游戏。
7যে সমস্ত বিষয়গুলোর কারণে এটিকে বন্ধ করে দেবার দাবি জানানো হয়েছিল, তার মধ্য একটি ছিল ঘুড়ি উড়ানোর সময় প্রাণঘাতী সুতার ব্যবহার, যা অনেক সময় শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এবং এই সুতার কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়।其他相当重要的反对理由包括,使用致命的风筝线会造成儿童死亡以及使电力传输中断。
8এই মামলার পর লাহোর হাইকোর্টের এক আদেশে পাঞ্জাব প্রদেশে ঘুড়ি উড়ানো বন্ধ ঘোষণা করা হয়।拉合尔法院遂在审判之后禁止民众在旁遮普省(Punjab)放风筝。
9প্রতি বছর যখন ফুল ফোটার সময় আসে এবং অনেক অপেক্ষার পর বসন্ত অজান্তে তার আগমন বার্তা প্রচার করে, তখন সবাই বসন্ত উৎসবের কথা চিন্তা করতে থাকে।每年到了百花盛开的时分,春天在不知不觉间开启了它令人期盼已久的大门,每个人都环怀念起巴桑特节。
10অনেকেই উপলব্ধি করতে সক্ষম হয়েছে, কেন সরকার নিরীহ ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু তবুও সকলেই ঘুড়ি ওড়াতে চায়।许多人都能理解为何政府认为有必要对无害的风筝发起战争,但每个人仍然想要放风筝。
11সম্প্রতি এই বিতর্ক আবার চাঙ্গা হয়ে উঠে যখন লাহোর হাইকোর্ট ঘুড়ি উড়ানোর উপর কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেবার আবেদনকে খারিজ করে দেন এবং কারণ দর্শান যে এটি একটি বিপজ্জনক কর্ম।最近这场争辩因为拉合尔高等法院驳回一份令状请求而再趋热络,这份令状目的是解除此项风筝禁令以及视其为危险活动的判决。
12লাহোর নামার ব্লগার রাজা রুমি এখনো আশা করছেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে:Lahore Nama的Raza Rumi仍旧希望这项禁令将可获解除:
13“আশা করছি লাহোরে এই উৎসব আবার শুরু হবে।希望这项节庆将可以回到拉合尔。
14এই বিষয়ে যে ভাবে নীতি নির্ধারণ করা হয়েছে, আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি।我们强烈抗议这项政策决定。
15পাকিস্তানের সব এলাকাকে ঘুরে বেড়ানো সন্ত্রাসবাদী এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের স্বর্গরাজ্যে পরিণত করতে দেয়া উচিৎ নয়।巴基斯坦不能在作为四处游荡的恐怖份子与自杀炸弹客的避风港之际,却不允许平和的公民有机会庆祝一个节日,而这节日是如此深植于我们的文化。
16অথচ এখানে শান্তিপ্রিয় নাগরিকরা এক উৎসব পালন করতে পারে না, যা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অংশ”। লাহোর মেটব্লগের ব্লগার হামজা আহমেদ কোরেইশি অন্য ভাবে ভাবছেন:Hamza Ahmed Qureshi在Lahore Metblogs上提出另外的想法:
17“সম্প্রতি লাহোর হাইকোর্ট বসন্ত উৎসব পালনের উপর যে নিষেধাজ্ঞা জারী করেছে, তা নিয়ে সমাজের একটি বিশেষ অংশ হৈ চৈ শুরু করেছে।拉合尔高等发院最近对巴桑特节的禁令所引起社会部分地区的剧烈抗议,促使我想要表达出我的想法。
18এক্ষেত্রে আমি আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরছি।这些民众哀悼失去一个能吸引全世界成千上万外国人的文化活动。
19ওই সমস্ত লোকজন একটি সংস্কৃতি অনুষ্ঠান হারিয়ে যাওয়ার উপক্রম হওয়ায় শোক প্রকাশ করছে, যা সারা বিশ্বের হাজার হাজার বিদেশী নাগরিককে আকর্ষণ করত।在当前的政治地理情势下,我不认为一些色彩缤纷的风筝能够吸引悚然而惧的外国人步入死亡陷阱。
20বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমার পক্ষে বিশ্বাস করা কঠিন যে কিছু রঙ্গিন ঘুড়ি সেই সমস্ত বিদেশীদের আকর্ষণ করতে সমর্থ হবে, যারা এই মৃত্যুকূপে প্রবেশ করতে ভয় পায়।此外,遗失这个文化可能会让少数喜欢交际的人与五星级饭店关注,但不会是一般大众。
21সবচেয়ে বড় কথা সংস্কৃতি হারিয়ে যাওয়ার এই বিষয়টি সমাজের কয়েকটি অংশ এবং পাঁচ তারকা হোটেলের জন্য চিন্তার বিষয় হতে পারে, কিন্তু সাধারণ মানুষ এই বিষয় নিয়ে তেমন একটা ভাবে না”।然而,Momekh指出:
22তবে মোমেখ যুক্তি দিচ্ছে:对巴桑特节的禁令很愚蠢。
23“বসন্ত উৎসবের উপর নিষেধাজ্ঞা জারী করা একটি হাস্যকর বিষয়। এই উৎসবের মধ্যে দিয়ে জীবন ঝরে যাওয়া, বা পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াপদার ক্ষতি হবার কারণে এই উৎসব বন্ধ করে দেওয়া হয়নি।会使人丧失生命或巴基斯坦水电部会蒙受损失,这全都不是理由,毕竟:会致人于死并非因为放风筝本身是危险的。
24এইখানে এর কারণটি রয়েছে: জীবনহানি ঘটছে ঘুড়ি উড়ানোটাই বিপজ্জনক তা বলে কিন্তু নয়।放风筝这活动早已存在好一段时间了。
25ঘুড়ি উড়ানো তো বহু বছর ধরে চলে আসছে”।Momekh继续解释到底是什么使得巴桑特节变成有争议的事。
26মোমেখ ব্যাখ্যা করছেন, কেন বসন্ত উৎসব একটি বিতর্কিত বিষয়।这位博客阐述说明什么议题是政府该当处理的,而非把一个节庆取消:
27এই ব্লগার পরিষ্কার করছেন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটি বন্ধ করার বদলে কোন বিষয়ের উপর দৃষ্টি দিতে পারে:此具有杀伤力的特性现在自动成为了巴桑特节本身的注记,这是随着制造出更坚韧的风筝线而造成的。
28“এইসব মৃত্যু, যেগুলোকে এখন বসন্ত উৎসবের সাথে যুক্ত করা হয় আপনা আপনি, মূল কারণ হচ্ছে শক্তিশালী সুতা।有许多人认为风筝线浸泡过让线锋利如刀的特殊溶液,使得风筝线如同不受管束的刀刃。
29অনেকে মনে করে তীক্ষ্ণ ধার এই সুতা যা কিনা মাঞ্জা মারার ফলে তৈরি হয়েছে, সেটিই এই সব মৃত্যুর ঘটনার কারণ।虽然锋利是部分原因,主要的原因是风筝线本身就非常的强韧。 …
30যদিও এটি একটি বড় কারণ যে সেই সুতা একটা চাকুর মত ধারালো হয়ে উঠে, তবে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সুতা খুবই শক্তিশালী।[..]就是因为超强力风筝线与让它如刀般锐利的溶液两相结合(亦即manja),让风筝线成了杀手。
31শক্তিশালী সুতাকে ধারালো মাঞ্জা দেয়ার ফলে এই সুতা যে কাউকে মেরে ফেলার মত ধারাল হয়ে উঠে”।(中文译注:这里指的是斗风筝前,有人会在风筝线上沾附锐利的粉状玻璃颗粒,或浸泡在参杂玻璃物质的溶液中,以增加斗风筝的强度。)
32যদি সরকার এ রকম এক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মাঞ্জা লাগানো সুতার ব্যবহারের বিরুদ্ধে কিছু নিয়ম ও নীতি তৈরি করে দেয়, তা হলে এই অনুষ্ঠান পালন করা নিয়ে এ রকম দ্বন্দ্ব তৈরি হবে না।假使政府可以立下一些规定与条例防止这类强力风筝线在文化与传统节庆上使用,这项余兴活动可能不会再凭添争议。
33তবে নতুন করে আদালতের আদেশ জারি হওয়ায় এখনও ঘুড়ি উড়ানো নিষেধ।然而此禁令因法院的新判决而在当地造成很大的影响。
34এই রকম এক পরিস্থিতিতে পাকিস্তানের ঘুড়ি প্রেমিরা প্রতিবেশী ভারতে গিয়ে ঘুড়ি উড়ানোর কথা বিবেচনা করছে।在这样的情况下,巴基斯坦的风筝玩家甚至想过要带着他们的风筝到邻国印度去。
35ঘুড়ি উড়ানোর উপর নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও লাহোরের আকাশে শত শত ঘুড়ি উড়তে দেখা যাচ্ছে।而尽管有这个禁令,大家仍可以看到数百只风筝翱翔在拉合尔天际,这就显示出放风筝受到欢迎的程度。
36এই ঘটনায়ই প্রমাণ করে ঘুড়ি উড়নো এখানে কতটা জনপ্রিয়। পাঞ্জাব প্রদেশ বসন্ত উৎসবের কেন্দ্র ।一个民营电视频道报导,在庆祝巴桑特节的主要地区旁遮普,有75%的人口想要放风筝。
37একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রকাশ করেছে পাঞ্জাবের শতকরা ৭৫ ভাগ জনগোষ্ঠী ঘুড়ি উড়াতে চায়।但是政府与法院方面并不打算屈服于群众的共识。
38তবে সরকার এবং বিচার বিভাগের আপাতত জনসাধারণকে ঘুড়ি উড়াতে দেওয়ার পরিকল্পনা নেই।有报导指出警力已经部署好,要确保对任何违犯禁令的行为均能发现并予以处罚。
39সংবাদ পাওয়া গেছে, পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা নিশ্চিত করে এই নিষেধাজ্ঞা পালনের বিষয়টি যেন কেউ উপেক্ষা করতে না পারে, বা নিয়ম পালন না করা ব্যক্তি যেন বিনা শাস্তিতে পার পেয়ে না যায়।毫无疑问的,这将会让许多人心碎。
40তবে এই সংবাদটি যে অনেক লোকের হৃদয় ভেঙ্গে দেবে তাতে কোন সন্দেহ নেই।校对:Soup