# | ben | zhs |
---|
1 | পোল্যান্ড: কি ভাবে অবৈধ ভিডিও গেমস, চলচ্চিত্র ও সঙ্গীতের সিডি বিক্রয় বন্ধের জন্য লড়াই করতে হবে | |
2 | অন্য যে কোন দেশের মতো পোল্যান্ডেরও বাজারের এক শক্তিশালী ঐতিহ্য রয়েছে। | 波兰:如何面对盗版问题 |
3 | বিগত শতাব্দিতে এই সমস্ত বাজারগুলোর অবস্থান সামান্য স্খলিত হয়। তবে এখনও আমরা দেখতে পাই এখনও যে কোন বড় শহরের ঐতিহ্য যে এই বাজারগুলোতে খাবার ও প্রাচীন জিনিষ পাওয়া যায়। | 波兰和其它国家相同,都维持悠久的市场传统,不过在20世纪,市场传统的价值稍有改变,今日在各大城市,人们当然还能找到贩卖食品与古董的传统市集,不过最受欢迎的市场是以贩卖盗版游戏、电影与音乐闻名,纯粹是因为价格上比较便宜。 |
4 | কিন্তু বর্তমানে এই সমস্ত বাজার জনপ্রিয় কারণ সেখানেই পাওয়া যায় অবৈধ ভিডিও গেমস, ছবি ও সঙ্গীতের সিডি। এর জনপ্রিয়তার কারণ, এখানে পাওয়া এই সমস্ত জিনিষ খুবই সস্তা। | 一家新闻网站Gazeta.pl刊登一篇文章[波兰文],论及政府在此事所面临的挑战,警方不易找到盗版货源或压低盗版销量,原因并非在于盗版价格低廉,而是正版发行商常鼓励贩卖盗版品做为品牌或产品宣传,再强迫使用者回归原版商寻求升级、更新或改良。 |
5 | পোল্যান্ডের একটি সংবাদ পত্রিকার সাইট গ্যাজেটা. | 这篇文章在论坛上引起热烈讨论。 |
6 | পিএল (পোলিশ ভাষায়) একটি লেখা প্রকাশ করেছে যাতে বর্ণিত আছে এই অবৈধ বিক্রয় বন্ধ করার ক্ষেত্রে কতৃপক্ষ যে চ্যালেঞ্জ এর মুখে পড়েছে সে সম্পর্কে বিস্তারিত। | |
7 | পুলিশ এই অবৈধ বিক্রয়ের উৎস খুঁজে বের করতে হিমসিম খাচ্ছে এবং এই সব বাজারের বিক্রি কমাতে ব্যর্থ হচ্ছে। | Pawel认为[波兰文]问题其实更加复杂,因为软件可从网络上直接非法下载: |
8 | কিন্তু কেবল মুল্যের আকর্ষণ বিক্রি বাড়ার মূল বিষয় নয়; অনেক সময় আসল সফটওয়ার বা প্রকাশনাগুলো তাদের পণ্যকে অবৈধভাবে বিক্রয়ে এর জন্য উৎসাহ প্রদান করে। এবং ভবিষ্যৎে পণ্যের ব্যাবহারকারীকে এর সর্বোচ্চ ফল পাওয়া থেকে দুরে রেখে নতুন সংস্করন বা আপডেট কিনতে বাধ্য করে। | 我邀请各位在周日来到Wroclaw地区的市集,我就站在盗版商摊位对面,他们在此「毫无愧色」,等到警察抵达,他们早已一哄而散,因为每个人都知道警方何时出现,情况从未改变,这些电影与游戏都能从网络上下载,再烧录成DVD。 |
9 | গ্যাজেটা. পিএল ফোরামে এই বিষয়ে এক ব্যাপক আলোচনা হয়। | fixumdyrdum2则相信[波兰文]盗版货质量比正版货更好: |
10 | উক্ত ফোরামের একজন ব্যবহারকারী পাভেল উল্লেখ করেন (পোলিশ ভাষায়) যে সমস্যাটি অনেক বেশী জটিল। কারণ ইন্টারনেট থেকে সফটওয়ার অবৈধভাবে ডাউনলোড বা নামানো সম্ভব: | […]购买正版软件的结果与盗版品相同,而且更难以更新,我宁愿等软件更新后,再直接去买有新版服务包的盗版品。 |
11 | আপনাদের ভ্রোকলাও এর রবিবাসরিক বাজারে স্বাগত জানাচ্ছি- আমি সেই সমস্ত অবৈধ দোকানের বিপরীতে দাঁড়িয়ে রয়েছি যারা কোন রকম লজ্জা ছাড়াই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। | |
12 | এবং যখন পুলিশ আসে তখন পুরো এলাকা ফাঁকা, আর তাদের টিকিটি মেলে না। | p24则触及盗版软件下载背后的真正问题[波兰文]:正版价格太高: |
13 | সবাই জানে কখন পুলিশ আসছে, সবকিছুই আগের মতো রয়েছে এবং সমস্ত ছবি বা ফ্লিম, গেমস ইত্যাদি ওয়েব সাইট থেকে ডাউনলোড করে বা নামিয়ে একটি ডিভিডিতে রেকর্ড করে নেওয়া যেতে পারে। প্রযুক্তির ভাষায় যাকে বার্ন করা বলে। | 如果要花20波兰币到市场买软件,我可能会后悔,因为我根本不用出门,就能随时在网络上免费下载,也许网络上不是什么软件都有,但大部分都齐全,警方不可能在打击盗版这件事上胜利,可能只会有少数成绩,要改变现况,除非正版品调降价格。 |
14 | আরেকজন ব্যবহারকারী ফিক্সামডিরডাম২ লিখছেন (পোলিশ ভাষায়) যে তিনি অবৈধ সিডির কাজে মুগ্ধ কারন বাজারে আসল কপির চেয়ে যে অবৈধ কপি পাওয়া যায়, তার মান অনেক ভালো: | |
15 | যারা বৈধ সফ্টওয়্যার কেনে তাদের সফ্টওয়্যারও অবৈধ সফ্টওয়্যারের মত অকার্যকর হতে পারে প্রয়োজনীয় আপডেট কেনা ছাড়া। | |
16 | এর চেয়ে যখন কোন পণ্য আপডেট বা আরো উন্নত করা হয় (সার্ভিস প্যাক দ্বারা) সেটির অবৈধ বা পাইরেট কপি কিনে আমি খুব সহজেই কার্যকর করতে পারি। | |
17 | ব্যাবহারকারী পি২৪ লিখছেন (পোলিশ ভাষায়) অবৈধ সফটওয়ার ব্যবহারের আরেকটি কারন সম্পর্কে - বৈধ সফটওয়ারের দাম অনেক বেশী। | |
18 | বাজারে একটি সফটওয়ার প্রোগ্রাম কেনার জন্য ২০ পোলিশ মুদ্রা খরচ করার বদলে আমি সেখানেই হেঁটে যাব যেখানে আমি বিনে পয়সায় এই প্রোগ্রামটি যে কোন সময় ওয়েব থেকে ডাউনলোড করতে পারবো। | |
19 | হয়তো আপনি পুরো প্রোগ্রামটি পাবেন না, কিন্তু যেটুকু পাবেন তাই কাজ করার জন্য যথেষ্ট। পুলিশ এই লড়াইয়ে জিততে পারবে না, হয়তো কিছু যুদ্ধ সে জিতবে। | 不过homo_googleticus提醒[波兰文],别忘了我们在讨论的可是违法行为: |
20 | এই লড়াই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই আকাশ ছোঁয়া দাম বজায় থাকবে। | […]就我在这段讨论串所见,显然没有人称盗版是种窃取的小偷行为。[ …] |
21 | ভুলে গেলে চলবে না হোমো গুগলেটিকাস এর কথা (পোলিশ ভাষায়)। তিনি অবৈধ বিষয়গুলো নিয়ে মানুষের আচরণের কথা উল্লেখ করেন: | RT-bloguje则张贴一篇具个人见解的文章[波兰文],结论也强调若价格合理,人们其实比较愿意买正版: |
22 | আমি যতদুর জানি কেউ পাইরেটেড বা অবৈধ কপি করা ব্যাক্তিদের চোর বলে না, এবং এই ভাবে বিক্রি করাকে চুরি বলে উল্লেখ করে না। এ লেখায় যে মন্তব্য করা হয়েছে তা থেকে বিষয়টি পরিস্কার ভাবে উঠে এসেছে। | […]若网络付款形式便利、价格也不太高,我个人其实很愿意在网络上付费下载影片、音乐或书籍,例如用类似杂志或更低的价格,取得随杂志附上的影片等,当然,若是新上市商品,我愿意付更多。[ …] |
23 | আরটি-ব্লগুজি একটি বিশেষ লেখা পোষ্ট করেছে (পোলিশ ভাষায়) যেখানে তিনি একই ভাবে উপসংহার টেনেছেন। | 这种作法可行吗? |
24 | যদি কোন পণ্যের দাম সামর্থ্যের মধ্যে হয় তাহলে লোকজন আসল জিনিষ কেনাই পছন্দ করবে। | 就等时间来证明了。 |
25 | ব্যাক্তিগতভাবে, আমি ওয়েব থেকে ছবি, সঙ্গীত বা বই নামানোর জন্য টাকা দিতেই সুখী বোধ করবো যদি সেগুলো সামর্থ্যের মধ্যে থাকে এবং তাদের দাম যদি খুব বেশী না হয়। | |
26 | যদি আমি কোন যেমন ম্যাগাজিনের সাথে প্রকাশিত ছবির ডিভিডি যে দামে পাওয়া যায় অথবা তার চেয়ে কম দামে পাই তাহলে আমি নতুন বের হওয়া ছবির জন্য আরো বেশী টাকা দিকে রাজী। | |
27 | সেটা কি সম্ভব? সময়ই এর উত্তর বলে দেবে। | 校对:Soup |