# | ben | zhs |
---|
1 | ভিডিও: বিশ্ব বার্লিন প্রাচীর পতনের দিনটিকে স্মরণ করছে বার্লিন প্রাচীর, ছবি নাতালি মেইনোর | 影片:全球纪念柏林围墙倒塌 |
2 | আজ বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী। বার্লিন প্রাচীর ছিল এমন এক নিরাপত্তা দেওয়াল, যা একসময় পূর্ব ও পশ্চিম জার্মানীকে দু'টি অংশে বিভক্ত করে রেখেছিল। | 柏林围墙照片,由Natalie Maynor拍摄 |
3 | আজ আমরা সারা বিশ্বের এমন কিছু ভিডিও দেখাব যা আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ওয়েব সাইটে উঠানো হয়েছে এবং এইসব ভিডিও বোঝাতে চাইছে যে এই রকম প্রাচীর কেবল জার্মানীকে বিভক্ত করে রাখে নি, সারা বিশ্বকে বিভক্ত করে রেখেছে। | |
4 | জার্মানীতে বেশ কিছু বিশাল আকৃতির ডোমিনো (চেপ্টাকৃত এক ধরনের কাঠের কাঠামো যা সাধারণত খেলার জন্য বানানো হয়) বানানো হয়েছে যা ফোম বা বিশেষ রাবারের তৈরি। | |
5 | এগুলো একটির পর একটি ফেলার আয়োজন করা হয়েছে দিবসটির উদযাপনের জন্য অনুষ্ঠানের অংশ হিসেবে। এর এক প্রতীকী মানে রয়েছে, যার অর্থ হল শীতল যুদ্ধ শেষ হয়েছে। | 2009年11月9日是柏林围墙倒塌20周年,这座复杂的安全建筑物曾将德国柏林一分为二,本文收集世界各地民众上传至网络的部分纪念影片,这个日子无论对德国或世界都别具意义。 |
6 | নো কমেন্ট টিভির এই ভিডিওটি বেশ কিছু ডোমিনো দেখাচ্ছে যেগুলো জার্মানীর শিশু এবং ডোমিনো শিল্পী নিজে রং করেছে, যারা অন্য এক এলাকায় বাস করে, যেখানে বিভক্তির রেখা এবং প্রাচীর এখনো রয়ে গেছে। অন্য ভিডিওটি এখানে সংযুক্ত করা যাচ্ছে না, কিন্তু আপনি এই লিঙ্ক ক্লিক করে দেখতে পাবেন কি ভাবে একটি ডোমিনো অন্যে ডোমিনোর গায়ে পড়ছে, যা ইউটিউবের পাতায় দেখা যাবে। | 德国使用泡棉制作多个骨牌状物体,以一鼓作气推倒的方式纪念冷战告终,NoCommentTV的片段拍摄这些骨牌,骨牌立起来之前,先交由德国的孩童上色,还有其他曾存在分离与隔阂地区的艺术家参与,这段画面无法篏入文章之中,不过在YouTube网站上可观看骨牌推倒的实况。 |
7 | কলম্বিয়ায় ছাত্ররা একটি শক্ত সিমেন্টের টুকরো ভেঙ্গে বার্লিন প্রাচীর পতনের দৃশ্যটি পুনরায় তৈরি করেছে। | 哥伦比亚学生为了纪念这一天,轮流破坏一片直立的木板: |
8 | জার্মানীর ডোমিনো ভক্ত এনোডোমিনো২০০৭ তার নিজের তৈরি ডোমিনো দিয়ে একটি ভিডিও দৃশ্য উঠিয়ে দিয়েছেন যা বার্লিন প্রাচীর পতন দিবস উপলক্ষ্যে তৈরি করা হয়েছে এবং ডোমিনোকে ধাক্কা মেরে শুরু হওয়া বিশেষ উৎসব তার দশ বছর পূর্তি উদযাপন করল। | |
9 | যুক্তরাষ্ট্রের কলেজ ছাত্ররা বার্লিন প্রাচীরের মত দেখতে এক প্রাচীর তৈরি করেছে, যার উপর ইচ্ছে করলে লেখা যাবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছে। | 德国骨牌爱好者Annodomino2007自行拍摄上传影片,纪念柏林围墙倒塌,也纪念自己从十年前开始爱上骨牌: |
10 | মেক্সিকোর ভারিনভিএক্সএক্স আরেকটি দেওয়ালের ভিডিও জমা দিয়েছে। | 美国大学生树立柏林围墙的复制物,让人们可写上字句提升社会意识: |
11 | এই দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে: এটা বার্লিন প্রাচীর নয়, এটা প্যালেস্টাইনের কোন প্রাচীর নয়, এটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা প্রাচীর, যা যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জা: ক্রিস্টা স্কেলার মেক্সিকো-যুক্তরাষ্ট্রের সীমানা নির্ধারক দেওয়ালকে বার্লিন প্রাচীরের সাথে তুলনা করেছেন। | 墨西哥的VarinVxx上传影片,记录另一堵仍未倒下的围墙,片段名为「不是柏林、不是巴勒斯坦,而是美墨边界一堵耻辱之墙」: |
12 | তিনি কেবল অভিবাসী মানুষদের দৃষ্টিতে এই তুলনা করেন নি, একই সাথে তিনি বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিকোণ থেকেও তা বিচার করেছেন: জিয়াশেরে তার এই পরীক্ষা মূলক তথ্যচিত্রে অন্য এক দেওয়ালের কথা তুলে ধরছেন যা এই তথ্যচিত্রে দাঁড়িয়ে রয়েছে, যে দেওয়াল আয়ারল্যান্ডের মানুষের মাঝে অবস্থিত: | Krista Schyler也对比美墨边界围墙与柏林围墙,但并非以影响人类迁徙为主,而是野生动物保育角度切入: |
13 | সর্বশেষ এই ভিডিওটি দুই বছরের পুরোনো, কিন্তু এখনো তা এই বার্লিন প্রাচীরের ক্ষেত্রে প্রাসঙ্গিক এক বিষয়। | Ziashere的记录片拍摄其他还屹立不摇的围墙,例如在爱尔兰: |
14 | এডামাফ্লিমমেকার সাইপ্রাসের উত্তর ও দক্ষিণ নিকোশিয়ায় যে দেওয়াল অবস্থিত তার উভয় পারের তরুণদের সাক্ষাৎকার নিয়েছে। এই দেওয়াল একটি গ্রীণ জোন বা আন্তর্জাতিক সীমানা রেখা, যেখানে জাতি সংঘের শান্তিরক্ষী বাহিনী বা ব্লু হেলমেট দল পাহারা দেয়। | 最后这段影片摄自两年前,不过仍然与本文主题相关,adamfilmaker访问塞普勒斯Nicosia围墙两面的青年,这块「绿区」由联合国维和部队驻守,分隔土耳其裔塞浦勒斯与希腊裔塞浦勒斯,也是世界最后一个一切为二的国家首都。 |
15 | এই সীমানা তুর্কি ও গ্রীক সাইপ্রিয়টকে বিভক্ত করে রেখেছে। এ কারণে নিকোশিয়া বিশ্বের সর্বশেষ রাজধানী হিসেবে পরিচিত যা দু'টি অংশে বিভক্ত। | 缩图来自Flickr用户Natalie Maynor,依据创用CC授权使用 |
16 | ছবি নাতালি মেইনোরের সৌজন্য পাওয়া এবং পোস্টে তা ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্স-এর আওতায় ব্যবহার করা হয়েছে। | 校对:Soup |