Sentence alignment for gv-ben-20091105-7339.xml (html) - gv-zhs-20091121-4204.xml (html)

#benzhs
1নাইজেরিয়া: ব্লগাররা নাইজেরিয়ার ঋণাত্মক ভাবমূর্তি নিয়ে বিতর্ক করছেন尼日利亞:博客討論國家形象問題
2এটা জানা কথা যে নাইজেরিয়ার ভাবমূর্তির সমস্যা আছে- ৪১৯ ইন্টারনেট প্রতারণা, দুর্নীতি, ব ভূমি এলাকায় তেল ডাকাতি- অনেকের কাছেই এইসব বিষয়গুলো মনে আসে যখন আফ্রিকার সব থেকে জনবহুল দেশের কথা ওঠে।
3তবে বিদেশে নাইজেরিয়ার ভাবমূর্তি সব থেকে খারাপ ছিল গত বছর: গত কয়েক মাসে, বেশ কিছু ঘটনা যা নাইজেরিয়াকে প্রশ্ন বিদ্ধ পরিস্থিতির সম্মুখীন করেছে এবং তা সমগ্র ব্লগ জগৎে আলোচনা তৈরি করেছে।
4গত সেপ্টেম্বরে সনি প্লে স্টেশন ৩ নিয়ে একটা বিজ্ঞাপন দেখিয়েছিল যেটাতে এই বাক্য ছিল “ইন্টারনেটে যা পড়েন তা সব বিশ্বাস করতে পারেন না- না হলে, আমি এত দিনে নাইজেরিয়ার একজন কোটিপতি হয়ে যেতাম।“
5এই বিজ্ঞাপন অনেক নাইজেরিয়ান আতঙ্ক নিয়ে দেখেছেন, আর ফেডারেল সরকার সনিকে ক্ষমা চাইতে অনুরোধ করেছেন (সনি ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি তুলে নিয়েছিল)।
6একই সময়ে ডিস্ট্রিক্ট ৯ চলচ্চিত্রটির মুক্তি পায়- এই বৈজ্ঞানিক কল্পকাহিনীকে সমালোচকরা ভালোভাবে গ্রহণ করলেও কিছু নাইজেরিয়ান বিরক্ত হয়েছেন। নাইজেরিয়ার সরকার ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রে নাইজেরিয়ানদেরকে অপরাধী আর মানুষ খেকো হিসেবে দেখানোর কারনে।眾人皆知尼日利亞有形象問題,無論是419件網絡詐騙案、貪腐、三角洲地區的石油海盜問題,只要提到這個非洲人口最高的國家,都會直接連想到這些事件,但尼日利亞過去一年在國際上的形象格外惡劣,過去幾個月以來,許多事件描述尼日利亞的方式令人質疑,也引起博客討論。
7চলচ্চিত্রটি নাইজেরিয়ার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আর সেন্সর বোর্ডকে সিনেমা হল থেকে এটা জব্দ করতে বলা হয়েছে। অনলাইনে এই চলচ্চিত্র বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।九月時,新力公司推出一部Playstation 3的廣告,其中說道:「你不能盡信網絡言論,否則我早就是尼日利亞百萬富翁了」,這則廣告令許多尼日利亞民眾感到震驚,奈國政府亦要求新力公司道歉,新力公司事後致歉並撤下廣告。
8সেখানে কেউ কেউ বলেছেন যে এই চলচ্চিত্র নাইজেরিয়ানদের জাতিগত দৃষ্টিকোন থেকে দেখানো হয়েছে, আর অন্যরা এটা সমর্থন করেছেন যে এটা রূপক একটি উপস্থাপনা যেটার সাথে বাস্তবতার মিল নেই। ইভিসিএল ব্লগে আদামু ওয়াজিরি দেখিয়েছেন যে প্রায়শ:ই নাইজেরিয়ানরা যেভাবে নাইজেরিয়াকে দেখায় সেটাও একই রকম অপমানজনক:與此同時,賣座科幻電影《第九禁區》(District 9)推出,但令許多尼日利亞人厭惡,奈國政府不滿電影中將當地民眾描述為罪犯及食人魔,禁止該片在國內上映,並要求審查委員會沒收電影院所有膠卷;該片在網絡也引來不同反應,有些人認為電影以種族主義觀點看待尼日利亞人,也有些人強調這只是虛構,與現實毫無關聯。
9নলিউড আমাদের স্থানীয় চলচ্চিত্র শিল্প, আমাদেরকে দেশের আর আন্তর্জাতিক দর্শকের কাছে আরো খারাপ ভাবে তুলে ধরেছে।Adamu Waziri在EVCL博客指出,尼日利亞人對本國民眾也常帶有負面眼光:
10একটা সময় ছিল যখন কোন নলিউড চলচ্চিত্রের বিষয় নীচের যে কোন একটা বা কয়েকটির সমষ্টি ছাড়া দেখা যেত না; জুয়াচুরি, মায়াবিদ্যা, সশস্ত্র চুরি, অনাচার, ব্যভিচার, মানুষ খেকো আর অবশ্যই আমাদের প্রিয় দুর্নীতি। নলিউড এইসব বিষয় নিয়ে হাজার হাজার চলচ্চিত্র বানিয়েছে সাধারণ জনগণ বা মন্ত্রণালয়ের কাছ থেকে বিশেষ কোন প্রতিবাদ ছাড়াই।尼日利亞本地影業的作品在國內外觀眾面前,時常更加嚴厲批判奈國民眾,有段時間裡,尼日利亞電影裡總會有舞弊、巫術、武裝搶劫、亂倫、通姦、食人或貪腐情節,多年來,本地數千部電影都充斥這種主題,卻未曾遭大眾或政府反對。
11… চলচ্চিত্র নিষিদ্ধ করা ভুল ইঙ্গিত দেয়; আসলে এটা বিপদজনক হতে পারে। আমরা জনগণকে এই বিষয়ে বির্তক করতে দেয়া উচিত।禁止電影上映會創下不良先例,更可能造成危險,應該讓大眾能討論這種狀況,我們的心智已夠成熟,政府已意外為這部電影帶來大量曝光機會與知名度。
12আমরা এটা করার মতো পরিপক্ব। আমার মনে হয় আমাদের মন্ত্রী চলচ্চিত্রটিকে যথেষ্ট প্রচারণা দিয়েছেন যেটা আমি নিশ্চিত তার উদ্দেশ্য ছিল না।Nicole Stamps評論《第九禁區》內的種族問題:
13নিকোল স্ট্যাম্প ডিস্ট্রিক্ত ৯ চলচ্চিত্রে বর্ণবাদ নিয়ে মন্তব্য করেছেন:我最不滿的是,多數電影觀眾不會質疑或注意到影片中的種族主義言論…為何尼日利亞人不能只是懷有金錢或武器等一般動機?
14যে জিনিষটি আমাকে ভাবিয়েছে সেটা হল বেশীরভাগ লোক যারা এই চলচ্চিত্র দেখবেন তারা প্রশ্ন করবেন না, বা লক্ষ্যও করবেন না, এই বিশেষ জাতিগত উপস্থাপনা… কেন নাইজেরিয়ানরা এমন মানুষ হতে পারেন না যাদের অর্থ আর অস্ত্রসহ যৌক্তিক উদ্দেশ্য আছে?
15কেন তাদেরকে প্রয়োজনের বাইরে হাবা-গোবা জংলী হতে হবে?為何他們總要成為使用巫術的野蠻人?
16… এটা অসম্ভব এই অভিযোগকে উড়িয়ে দেয়া - নাইজেরিয়ানদের বড় প্রেক্ষাপটে দেখলে, এটি ক্ষতিকর বা মান হানিকর না কিন্তু বিপদজনক।…我們不可能忽視這種關於尼日利亞的刻板形象,在故事脈絡之下,這種說法不僅有害或誹謗,更是非常危險。
17এই বিতর্ক সম্পর্কে আরো পড়েন নাইজেরিয়ান্সটক. অর্গ বা গুগলে খুঁজেন ‘ডিস্ট্রিক্ট ৯ রেস' কিওয়ার্ড দিয়ে।Nigerianstalk.org網站上還有更有相關論辯,或直接搜尋「district 9 race」即可。
18সাম্প্রতিককালে টাইম ম্যাগাজিন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার পিটার হুগোর চিত্রের একটা স্লাইড শো প্রকাশ করেছিল যেখানে নাইজেরিয়ার ‘নলিউড' চলচ্চিত্র শিল্পের কিছু ছবি দেয়া ছিল।最近《時代》雜誌發表由南非攝影師Pieter Hugo拍攝的相片集,其中以尼日利亞本地電影業為主題,雖然其中爭議不若前面兩者,但同樣引起博客圈論辯,焦點在於如此呈現尼日利亞究竟是藝術自由,抑或是文化偏見?
19যদিও ‘ডিস্ট্রিক্ট ৯' বা প্লে স্টেশন বিজ্ঞাপনের মতো বিতর্কিত না, তারপরেও ছবিগুলো ব্লগ জগৎে বির্তক সৃষ্টি করেছে, এই আলোচনাসহ যে নাইজেরিয়াকে এমন করে উপস্থাপন করা কি শৈল্পিক স্বাধীনতা নাকি সাংস্কৃতিক পক্ষপাতিত্ব।
20সলোমান সাইডেল নাইজেরিয়ান কিউরিওসিটিতে লিখেছেন:Solomon Sydelle在Nigerian Curiosity博客寫道:
21আমি অবশ্যই বিষয়টাতে চাপ সৃষ্টির কারণ বুঝি, কারণ এই চাহিদা থেকেই বেশ কিছু সৃজনশীল মাস্টারপিস আর সর্বসময়ের কাজ হয়েছে।我絕對明白人要不斷挑戰極限,畢竟這種慾望過去帶來許多經典及歷史大作,但看著這些照片,我實在很難欣賞它們的意義,我認為這些照片過度倚賴偏見,只會讓多數西方讀者證實自己的刻板印象。
22তবে, এইসব চিত্র দিয়ে, আমি এদের প্রশংসার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি এবং/অথবা এরা কিসের প্রতিনিধিত্ব করছে আর বিশ্বাস করি যে তারা অকারণে পক্ষপাতিত্বের উপরে নির্ভর করছে যা বেশ কিছু বদ্ধমূল ধারণাই প্রতিষ্ঠিত করবে হুগোর বিশেষভাবে পশ্চিমা দর্শকের জন্য।
23এইসব অনুষ্ঠান বিশেষভাবে খারাপ সময়ে হচ্ছে যেহেতু এগুলো এই বছরের শুরুতে ‘নাইজেরিয়াকে রিব্রান্ডিং (নতুন ভাবে দেখানোর)' নতুন একটা উদ্যোগ এর সাথে সম্পৃক্ত হচ্ছে।這些事件的時間點特別不巧,因為今年尼日利亞政府才希望重建國家形象,這項計劃由資通訊部長Dora Akunyili博士推動,目前褒貶兩極(全球之聲先前報導請見此)。
24এই উদ্যোগ স্পন্সর করছেন নাইজেরিয়ার তথ্য আর যোগাযোগ মন্ত্রী ডঃ ডোরা আকুনিলি, আর এটি প্রশংসা আর সমালোচনা দুটোরই মুখোমুখি হয়েছে (এখানে গ্লোবাল ভয়েসেস এর এ প্রসঙ্গে লেখাটি দেখুন)।
25বুন্মি ওলোরোন্তোবা আ বোম্বাস্টিক এলিমেন্ট ব্লগে সাম্প্রতিক এক বিবিসি আলোচনার ভিত্তিতে রিব্রান্ডিং (পুন: নামকরণ) প্রচারণার ব্যাপারটি সম্পর্কে বলছেন:
26মন্ত্রীর যুক্তি ভালো যখন তিনি বলেন যে নাইজেরিয়া অনেক ভালো জিনিষ দেখছে না, তার গল্প জানাচ্ছে না আর পৃথিবীকে তার দুর্নামের উপর ভিত্তি করে তার ভাবমূর্তি স্থির করতে দিচ্ছে। আর ভালো দিকের কিছু ভালো উদাহরণ তাঁর কাছে আছে।Bunmi Oloruntoba在A Bombastic Element博客提到重建形象運動,以及最近英國廣播公司BBC的報導:
27কিন্তু বিবিসি কয়েকজন জনসংযোগ কর্মকর্তা আর নামকরণ বিশেষজ্ঞ খুঁজে নিয়েছেন যারা এর বিরোধিতা করেছেন, দেশটা যদি নিজেকে রি ব্রান্ডিং করতে চায়, তাহলে এর জনসংযোগ দলকে এর থেকে অনেক বেশী কিছু দিতে হবে। যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তারা বলেছেন, লাগাতার বিদ্যুৎ প্রাপ্তি আর ডিজেল জেনারেটর অর্থনীতির সমাপ্তি নাইজেরিয়ার নতুন ভাবে উপস্থাপনাকে ‘সহজ' করে দেবে।部長說得確實沒錯,尼日利亞忽視許多正面力量,也沒有好好訴說自己的故事,讓世界誤以惡名來定義這個國家,部長也的確提出 不少正 面範例,不過BBC找來幾位公關及品牌形象專家指出,若一國希望重建形象,必須讓公關團隊有更多素材可以發揮,受訪者表示,只要能穩定供電,終結仰賴柴油 發電機的經濟模式,尼日利亞要重建形象「不費吹灰之力」,為證明他們的論點,在節目進行到13分40秒的時候…非奈國民眾也能明白髮生了什麼事。
28আর তাদের কথার প্রমাণ হিসেবে, ১৩:৪০ মিনিট অনুষ্ঠান পরে… কি হল আসলে তা বোঝার জন্য আপনাকে নাইজেরিয়ান হতে হবে না। নাইজেরিয়ার ভাবমূর্তি নিয়ে আলোচনার একটা উজ্জ্বল দিক হল নাইজেরিয়ার লেখক চিমামান্দা নাগোজি আদিচিকে নিয়ে বিপুল প্রচারিত একটা ভিডিও যিনি ‘একটা গল্পের বিপদ' নিয়ে বক্তব্য দিয়েছেন।在有關尼日利亞形象的話題之中,有段影片廣為流傳,奈國作家Chimamanda Ngozi Adichie在影片提及「單一故事的危險」,她談到當人們想像非洲時,總覺得只是龐大的災難集散地,但這種想法有其缺點;她提醒若只限定相信「單一故事」,只會讓經驗變得扁平,而且造成刻板印象。
29আদিচি আফ্রিকার একই ধরনের ভাবমুর্তির বিপদ নিয়ে মন্তব্য করেছেন; তিনি সাবধান করে দিয়েছেন যে নিজেদের ‘একটা গল্পে' সীমাবদ্ধ করে রাখা অভিজ্ঞতাকে কমিয়ে দেয় আর বদ্ধমূল এক তরফা ধারণা তৈরি করে।
30অনেক ব্লগারের জন্য, আদিচির মন্তব্য দেশের বাইরে নাইজেরিয়ার সাধারণ ভাবমূর্তি নিয়ে তাদের হতাশার প্রতিফলন ঘটিয়েছে ।許多博客皆與這位作家有同感,對於外界對尼日利亞普遍的印象感到失望。
31শেড ননকনফর্মিস্ট আদিচির ভাষ্য আর নাইজেরিয়ার ভাবমূর্তির মধ্যকার সম্পর্ক নিয়ে লিখেছেন:Shade NonConformist說明這場演說與尼日利亞形象的關聯:
32আমার মনে হয় টেডে একটা গল্পের বিপদ নিয়ে তার বক্তৃতার সময় এটাই চিমামাদা আদিচি বোঝাতে চেয়েছিলেন। সমস্যা দেখা যায় যখন আমরা দেখি মৃত পশু, দারিদ্র, বিপর্যয়, মৃত্যু, দুর্নীতি, বিখ্যাত লোকের পোষ্য গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে আফ্রিকাকে শুধু তুলে ধরা হয়…আপনি পুরো ব্যাপারটি জেনে যাবেন।我相信以下是Chimamanda Ngozi Adichie在TED演講時的用意:人們描繪非洲樣貌時,若只能想到動物死屍、貧困、災難、死亡、貪腐、名人領養小孩等你我常聽見的事,這就會成為問題。
33আমি বলছি না যে আফ্রিকাতে এই বিষয়গুলো নেই। আমরা সবাই একমত হতে পারি যে এগুলো আছে।我知道這些事確實在非洲出現,沒有人對此有異議,但我認為這些問題不僅限於非洲國家。
34আমি তর্ক করছি যে এই ব্যাপারগুলো আফ্রিকার দেশের জন্য নির্দিষ্ট না। আমি/আমরা কখনো থামাবো না আফ্রিকার এমন চিত্র তুলে ধরা থেকে যেখানে আফ্রিকাকে ভারসাম্যহীন আর পূর্ব সংস্কারযুক্ত দেখানো হবে।…我們永遠都會批評外界對非洲的描述充滿偏見或不公平,提供關於非洲的平衡論點很重要,身為非洲人,我們必須積極投入,願意努力改變,我們才會看得到這塊大陸開始改變。
35আফ্রিকাকে ভারসাম্য নিয়ে তুলে ধরা জরুরী।校對:Soup
36আর আফ্রিকান হিসেবে আমাদের সেই মাধ্যম হিসেবে কাজ করা উচিত যারা পরিবর্তনে অংশ নিতে চান (আর দেখতে পারবেন) আমাদের প্রিয় মহাদেশে।