# | ben | zhs |
---|
1 | পেরু: জেনেটিক্যালি মডিফাইড খামার নিয়ে বিতর্ক বৃদ্ধি পাচ্ছে এই প্রতিবেদনটি আমাদের বিশ্ব উন্নয়ন ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ | 秘鲁:抗拒基因改造农业 |
2 | পৃথিবীব্যাপী জেনেটিক্যালি মডিফাইড বীজ হিসাবে ভুট্টার ব্যবহার অন্যতম (ফটো: পিটার ব্ল্যাঙ্কচার্ড/ ফ্লিকার, লাইসেন্সিয়া সিসি বিওয়াই-এসএ ২. ০) [নোট: সব লিংকের তথ্য স্প্যানিশ ভাষায়] | 玉米是全球相当广泛使用的基因改造作物,照片来自Flickr用户Peter Blanchard,依据创用CC BY-SA 2.0授权使用 |
3 | পেরুতে ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত জেনেটিক্যালি মডিফাইড (জিএম) বীজ আমদানির অনুমতি সংক্রান্ত সনদ ০০৩ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও) ব্যাপকভাবে ব্যবহারের পক্ষের লোকজন এবং দেশের জীববৈচিত্র ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আশংকায় এর বিপক্ষ শিবিরের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। | |
4 | অধিকন্তু, জিএম বীজ অনুমোদনের পক্ষে কিছু বিশেষজ্ঞ এ বীজের বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম কৃষি বর্জ্য সৃষ্টি করবে এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন, অন্যদিকে জিএম ফসল থেকে উৎপাদিত খাদ্য অক্ষতিকর হিসাবে বিবেচনা করাকে সন্দেহ প্রকাশ করেছেন এবং জিএম ফসলের পরাগ রেণু জংলী ও দেশীয় ফসলকে পর পরাগায়িত করার সম্ভাবনা উচ্চ এই মর্মে জনগণকে সর্তক করেছেন, ফলে স্থানীয় গোষ্ঠীগুলোর সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের অংশবিশেষ প্রচলিত ফসল ও ফলের প্রজাতির একমুখী পরিবর্তন ঘটছে। | |
5 | জনপ্রিয় পেরুভিয়ান পাচক গ্যাষ্টন একুরিও নিশ্চিত যে, জিএম খাবার পেরুভিয়ান জীববৈচিত্রের জন্য হুমকি স্বরূপ। | 秘鲁于4月15日签署三号命令,允许国内进口基因改造种籽,此后正反双方论辩不断,部分人士主张普遍使用基改作物,其他民众则担心会损及生物多样性及人民健康。 |
6 | একুরিও তথাকথিত অর্থনৈতিক কারণে সুপারিশকারী দল যারা সনদ ০০৩ অনুমোদনের জন্য প্রচারণা করেছিল, তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং বর্তমানে ঐ সমস্ত [গুটিকতক] ব্যক্তির নয় বরং পেরুর স্বার্থের অগ্রাধিকারের বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন। | 尽管有些专家支持基改种籽,指称抗虫能力与基改特性能减少农业废弃物,其他民众质疑基改作物食品是否真的无害,也警告基改作物的花粉恐将四处飘散,污染野生及原生作物,导致传统植物及水果遭到永远改变,影响当地社群的文化及自然财产。 |
7 | এই বিষয়টি ভূতপূর্ব কৃষি মন্ত্রী, রাফায়েল কুভেদো, এর পদত্যাগ তরান্বিত করে যখন প্রকাশ পায় তিনি এমন একটি কোম্পানির সিনিয়র এক্সিউটিভ যা জিএম উৎপাদ ব্যবহার করছে, যখন এটি সাংবাদিক জ্যাকি ফক্স তার ব্লগ নোটাস ডেস্ড লিনোভো তে বিশেষভাবে উল্লেখ করেন। | 知名秘鲁厨师Gastón Acurio认为,基改食物会威胁秘鲁生物多样性,他也提及游说团体鼓吹三号命令通过背后的经济利益,并要求“让秘鲁国家利益凌驾于少数人之上”。 |
8 | যদিও পেরুতে জেনেটিক্যালি মডিফাইড শস্য উৎপাদনের জন্য একনিষ্ঠ কর্মী কুভেদো এই অভিযোগ অস্বীকার করেন। | 此事也促使前农业部长Rafael Quevedo辞职下台,记者Jackie Fowks在个人博客里指出,因为部长是一家使用基改农作物企业的高层人士。 |
9 | তদুপরি, তার উপদেষ্টাদের একজন, জিএম বীজ বিপননকারী কোম্পানির কর্ণধার আলেকজান্ডার গ্রোবম্যানকে বর্তমান মন্ত্রী জর্জ ভিলাসান্তে অতিসম্প্রতি অপসারণ করেন। হ্যানকো পরিবারের সাথে সেফ গ্যাষ্টন একুরিও। | 尽管农业部长否认此事,但他确实在秘鲁大力鼓吹种植基改作物;此外,他的顾问Alexander Grobman也经营企业行销基改种籽,因此遭到现任部长Jorge Villasante撤职。 |
10 | এই কৃষি পরিবারটি ২০০ জাতের আলু তাদের ৫০০০ বর্গমিটার জমিতে উৎপাদন করেন। (ছবি: গ্যাসটোন একুরিও ফেসবুক ফ্যান পেজ) | 厨师Gastón Acurio与Hancco一家人合影,这个农耕家族在5000平方公尺的农地上,种植超过200种马铃薯,照片来自厨师个人Facebook页面 |
11 | একইসঙ্গে পরিবেশ মন্ত্রী এনটোনিও ব্রাক এগ জাতিকে স্মরণ করতে বলেন যে, ৬৫% পেরুর কৃষি দেশের জীববৈচিত্রের উপর নির্ভরশীল, রপ্তানীযোগ্য উৎপাদন ও পর্যটন খাত থেকে বছরে ৮ বিলিয়ন ডলার আসে। | 另一方面,环境部长Antonio Brack Egg则提醒大众,国内65%农业仰赖生物多样性,农产品出口与相关观光收益每年超过80亿美元。 |
12 | পেরুতে, পশুখাদ্য অথবা খাদ্যে মিশ্রণের জন্য যেমন তেল অথবা সয়া মিল্ক এ ব্যবহারের জন্য জিএম ভুট্টা ও সয়াবিন আমদানির অনুমতি দেয়া হয়। | 秘鲁过去进口基改玉米及黄豆只能用于动物饲料,或是制作油品或豆奶。 |
13 | হিসাব করে দেখা গেছে যে, একজন পেরুবাসী বছরে ৬৩ কেজি জিএম ভুট্টা খান। | 据估算,秘鲁每人每年消费63公斤基改玉米,而且在现行法律中,并未要求食品成分标签上注明是否使用基改作物,形成另一项问题。 |
14 | এটি সত্য যে, পেরুর আইন খাদ্য পণ্যের লেবেলে কি তথ্য থাকবে, তা নিয়ন্ত্রণ করে না, বিশেষত খাদ্য পণ্যে জেনেটিক্যালি মডিফাইড উৎপাদ অতিরিক্ত সমস্যার সৃষ্টি করে কি না। বিভিন্ন আঞ্চলিক সংগঠন সনদ ০০৩ স্থগিত করার দাবী তুলেছে। | 多个区域组织都要求延后实施三号命令,农业部长表示,延后期限应该设为五年,才足以供大众论辩,并让人民瞭解栽种基改种籽的所有影响,希望最后舆论能达成共识。 |
15 | কৃষিমন্ত্রীর মতে, প্রস্তাবিত স্থগিত করণ পাঁচ বছরের জন্য হওয়া উচিত, এই লক্ষ্যে যে, এই ইস্যুতে জাতীয় ঐকমতে পৌঁছানোর লক্ষ্যে বৃহত্তর জনগণের মধ্যে মতামত গ্রহণ করা এবং জিএম বীজ চাষাবাদ সম্পর্কিত বিষয়ে পেরুবাসীকে অবহিত করা। পেরুর কৃষির জাতীয় কনভেনশন, বিশেষজ্ঞ, খাদ্য পরামর্শক এবং নাগরিক সংগঠন এই সনদ স্থগিতের পরিবর্তে অবিলম্বে বাতিলের দাবী জানিয়েছে। | “秘鲁农业全国委员会”、粮食专家及民间团体则并非要求延后,而是主张即刻撤除命令;多个地方政府(Cajamarca、Huánuco、Cusco、Ayacucho、San Martín、Lambayeque、Lima Metropolitana)甚至发出公告,声明境内“无基改作物”,希望保护不同种类的马铃薯及其他地方农产品。 |
16 | স্থানীয় আলুর জাতসহ অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য বেশকিছু স্থানীয় সরকার (কাহামার্কা, হুয়ানুকো, কুসকো, আয়াকুচো, সান মার্টিন, ল্যামবায়িকে এবং লিমা মেট্রোপলিটানা) ”জিএম মুক্ত” অধ্যাদেশ তৈরি করেছে। স্থানীয় আলু। | 原生种马铃薯,秘鲁境内共有约3000种马铃薯,照片来自Flickr用户FoodCultura,依据创用CC BY-NC-ND 2.0使用 |
17 | পেরুতে ৩০০০ জাতের আলু জন্মে। (ফটো: ফুডকালচুরা/ফ্লিকার, লাইনেসসিয়া সিসি বিওয়াই-এনসি-এনডি ২. | 内阁部长会议主席亦要求跨产业委员会,应在6月1日前提出生物安全规范提案,并在30天内发表报告。 |
18 | ০) এই বিষয়ে মন্ত্রীদের প্রেসিডেন্সি কাউন্সিল বায়োসেফটি রেগুলেশনের প্রস্তাব সর্বশেষ ১ জুন, ২০১১ তারিখের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে মাল্টিসেক্টর কমিশন গঠন করেছেন। | 因为知名厨师Gastón Acurio也参与讨论,让大众更加注意基因改造的问题,他在Facebook网站密切关心此事: |
19 | এই বিতর্ক জনগণের মধ্যে অধিক গুরুত্ব পায়, যখন বিখ্যাত পাচক গ্যাষ্টন একুরিও এই বিষয়ে যুক্ত হন, আর তার ফেসবুক ওয়ালে তাকে নিবিড়ভাবে অনুসরণ করা হয়: | 我们并非反对基改农产品,而是反对基改种籽可能污染国内农业,而且那些企业打算将他们自订的规则强加于我们身上,秘鲁农业一直以来都驰名全球。 |
20 | আমরা জিএম উৎপাদের বিরুদ্ধে নই। জিএম বীজ আমাদের কৃষিকে কলুষিত করতে পারে এবং যারা এই বীজ বিক্রয় করে, তারা তাদের তৈরিকৃত আইন আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা এর বিরুদ্ধে। | 秘鲁民众也透过網絡,从各种观点表达己见,Toustodo's Blog列举秘鲁发展基改农业可能导致的危险: |
21 | পেরুর কৃষি বর্তমানে পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। এই বিষয়ে গণসচেতনতার জন্য বিভিন্ন দিক তুলে ধরে পেরুর নেট নাগরিকরা কার্যকরী ভূমিকা পালন করছে। | 我们深知一切背后的问题,也明白之后对环境造成的冲击,庞大经济利益潜藏在进步表象之下,若落实基改农业,秘鲁将落入危险的无知境地,因为全国只有3. |
22 | পেরুতে জিএম ফার্মিং স্থাপনের কিছু ঝুঁকির বিষয়ে টাউসটোডো এর ব্লগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে: | 81%土地适合可再生农业,而另外37%为森林植被。 |
23 | আমরা জানি এর পেছনে কি আছে, পরিবেশের উপর প্রভাবই হচ্ছে এর ফলাফল। | 他另提到: |
24 | উন্নয়নের চাদরে অর্থনৈতিক আগ্রহ লুকায়িত থাকছে, বিশেষত যখন আমরা জানি, এই জাতীয় প্রযুক্তির প্রয়োগ পেরুকে এমন একটা বিপদজনক অবস্থার মধ্যে নিয়ে যাবে, যখন ৩. | 之后会有两种可能情况,一是砍伐森林、开垦为可耕地,但牺牲森林的生态、环境及经济后果必然巨大;二是向贫民购地,引发社会动荡、失业及困境等。 |
25 | ৮১% জমি থাকবে কৃষিতে পুনঃ ব্যবহারযোগ্য এবং ৩৭% বনভূমি। | Francisco Estrada强调,开放使用基改种籽将重创小农: |
26 | টাউসটোডোতে আরও উল্লেখ করা হয়েছে: এক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে। | …此事还有更糟糕的后果,[…]基改种籽都有专利,换言之,农民每回要播种都得花钱买。 |
27 | প্রথমটি হচ্ছে, বন কেটে চাষযোগ্য জমি সৃষ্টি করা যদিও প্রতিবেশ, পরিবেশ এবং অর্থনৈতিক দিক থেকে এটি বিপদজনক। দ্বিতীয়টি হচ্ছে, গরীবদের কাছ থেকে জমি ক্রয় করা এবং এভাবে সামাজিক অস্থিরতা, বেকারত্ব, দারিদ্রতা প্রভৃতি সৃষ্টি করা। | Quechua原住民文化据信栽种约150种玉米,照片来自Flickr用户whl.travel,依据创用CC BY-NC-SA 2.0授权使用 |
28 | ফ্রান্সিসকো এসট্রাডা গুরুত্বসহ উল্লেখ করেছেন জিএম বীজের অনুমোদন প্রান্তিক চাষীদের জন্য বিপদজনক: …এই ইস্যুর সবচেয়ে খারাপ দিকে যাওয়া যাক (…) জিএম বীজের প্যাটেন্ট রয়েছে। | Ana María Quispe在个人博客内指出,由于将威胁传统食物及乡村农业,采用基改作物已导致贫困、营养不良,人民也更加依赖政府援助。 |
29 | চাষীরা যে বীজ জন্মাতে চায়, তার জন্য তাকে প্রতিবার মূল্য পরিশোধে বাধ্য করা হয়। ভুট্টার ১৫০টি জাত চাষযোগ্য করার জন্য কেচুয়া সংস্কৃতির বিশেষ অবদান রয়েছে। | Alberto及Kathy在Cada Plato Es Una Fiesta博客里,直接针对全球最大基改种籽生产商孟山都(Monsanto),并罗列栽种这类种籽可能衍生出的环境、卫生及经济危险。 |
30 | (ছবি: ডাব্লিউএইচএল. ট্রাভেল/ফ্লিকার, সিসি বাই-এনসি-এসএ ২. | Antonio Velarde提到,在诸多危机之中,却还没有人研究大众健康面临的风险: |
31 | ০) এনা মারিয়া কুস্প তার ব্লগ, কিউয়িচিটায় উল্লেখ করেছেন যেহেতু গ্রামের চিরায়ত খাদ্য ও খামারের জন্য হুমকি সৃষ্টি করে, তাই জিএম শস্যের বিস্তার দারিদ্র, অপুষ্টি এবং সরকারী সহায়তার উপর অধিক পরিমাণে নির্ভরশীল করে তোলে। | |
32 | কাডা প্লেটো এস উনা ফিয়েষ্টা ব্লগে আলবারটো এবং ক্যাথি সরাসরি দায়ী করেন সবচেয়ে বেশী জেনেটিক্যালি মডিফাইড বীজ উৎপাদনকারী কোম্পানি মনসান্টোকে এবং এই জাতীয় বীজ উৎপাদনের ফলে পরিবেশগত, পরিচ্ছন্নতা এবং অর্থনৈতিক সংকট যা এর সাথে যুক্ত বলে ধারনা করা হয়। এনটোনিও ভেলারডি তার ব্লগে উল্লেখ করেন যে জনস্বাস্থ্যের উপর ধারণাকৃত এসব ক্ষতিসমূহের ঝুঁকি এখনো পরীক্ষা করে দেখা হয় নি। | 我个人不会购买这些产品,因为还不知道民众若将这些东西吃下肚之后,对健康会形成什么影响,[…]尽管我国农渔产丰富,政府官员及农渔民却不知道如何善加运用资源,导致社会得进口在实验室生长、安全堪虑的农产品,实在令人汗颜。 |
33 | ব্যক্তিগতভাবে, আমি এই জাতীয় দ্রব্যাদি ব্যবহার করব না, এই দ্রব্যগুলি ব্যবহারের ফলে ব্যক্তি স্বাস্থ্যের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আমি অবগত নই (…) এটি অমর্যাদাকর যে প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের প্রাচুর্যময় স্থানে বাস করার পরেও, মন্ত্রী ও পেরুবাসী যারা কৃষি, মৎস্য ও খামারের সাথে জড়িত, তারা জানেন না এই প্রাকৃতিক সম্পদ কিভাবে রক্ষা করবেন এবং তার পরিবর্তে সমাধান হিসাবে এমন দ্রব্য আমদানি করা যা গবেষণাগারে উৎপন্ন এবং যার নিরাপত্তা সম্পর্কে আমরা অবগত নই। | |
34 | সামাজিক নেটওয়ার্কসমূহ এই বিষয়ে যুক্ত। | 社群网站也未置外于这项议题,Facebook网站上即有页面明确反对基改农产品。 |
35 | এই বিষয়ে উপর গুরুত্ব দিয়ে কিছু ফেসবুকের পেজ এমনভাবে তৈরি করা হয়েছে যা জিএম উৎপাদের সরাসরি বিরোধিতা করে। | María Jiménez指出: |
36 | টুইটারে, মারিয়া জিমিনেজ (@antitaurinahej) লিখেছেন: পেরুতে আর কোন জিএম উৎপাদ নয়। | 拒绝基改农产品出现在秘鲁,否则总统要负责吃光。 |
37 | না হলে, (প্রেসিডেন্ট) এলান গার্সিয়ার সব খাওয়া উচিত http://tinyurl.com/3ejf3t3 ডা. | Da Calmet认为: |
38 | ক্যালেট (@ecoilora) একইসঙ্গে বলেন: হে ঈশ্বর!! | 天啊,国家农业创新研究院已在Huaral地区整地,要种植基改农产品了。 |
39 | জিএম দ্রব্য উৎপাদনের জন্য হুয়ারেল এ (কৃষি প্রযুক্তি উদ্ভাবনের জাতীয় প্রতিষ্ঠান) জমি প্রস্তুত করা হয়েছে http://bit.ly/kmyVo1 NO #transgénicos #perú | Francisco Drakerm提到,智利如今也面临相同问题: |
40 | ফ্রান্সিসকো ড্রাকের্ম (@Drakerm) চিলিতে একই সমস্যার কথা উল্লেখ করেছেন: | 秘鲁向基因改造说不,这场反基改种籽战火也逐渐烧至智利。 |
41 | পেরু জিএম কে না বলেছে জিএম বীজের বিরুদ্ধে যুদ্ধ চিলিতে ঘাটি গেড়েছে http://bbc.in/kdtqoL | 相关论辩在秘鲁網絡圈继续蔓延,六月肯定会有更多消息,届时政府相关单位将准备修正生物安全法规。 |
42 | এই বিতর্ক পেরুতে সামাজিক নেটওয়ার্কসমূহে অগ্নি প্রজ্বলন করেছে এবং এটি নিশ্চিত যে, জুন মাসে আরও সংবাদ পাওয়া যাবে যখন এই বিষয়ের সরকারী কমিশন জৈব নিরাপত্তা রেগুলেশন পুনরায় নিরীক্ষা করবে এবং সংশোধনীর পরামর্শ প্রদান করবে। | |