# | ben | zhs |
---|
1 | ইরানের ধর্মীয় নেতার দাবীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে “বুবকোয়েক” | 乳波臀浪能撼动地球? |
2 | মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেনিফার ম্যাকরেইট সোমবার (২৬শে এপ্রিল) সারা বিশ্বের নারীদের বুকের কিয়দংশ (ক্লিভেজ বা স্তনের উপরের অংশ) বা পায়ের সামান্য উন্মুক্ত অংশ প্রদর্শন করার জন্য আহ্বান জানান। | |
3 | ইরানের এক ধর্মীয় নেতা এই তত্ত্ব প্রদান করেছেন যে, (মেয়েদের) অশ্লীল পোশাক পৃথিবীকে কাঁপিয়ে দেবার ক্ষমতা রাখে। | |
4 | এই তত্ত্ব সঠিক কিনা তা প্রমাণের এক কৌতুককর পরীক্ষার জন্য জেনিফার এই আহ্বান জানান। | |
5 | এই ঘটনার শুরু তখন, যখন তেহরানে জুম্মার নামাজ পড়ানোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ইমাম হোজ্জাতুলইসলাম কাজেম সেদিঘি বলেন: “অনেক মেয়ে শরীর ঠিকমত ঢেকে কাপড় পড়ে না… তারা তরুণদের বিপদগামী করে, তাদের কৌমার্যকে নষ্ট করে, এবং সমাজে ব্যাভিচার ছড়িয়ে দেয়, এর ফলে (এই সমস্ত পাপের কারণে) পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে”। | |
6 | জেন ম্যাকরেইট নিজেকে উদার, কাজ পাগল, প্রযুক্তিতে আস্থাবান বোকা, বিজ্ঞানমনস্ক এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের আটকা পড়া বিপদগামী নারীবাদী নাস্তিক হিসেবে বিবেচনা করেন। | |
7 | তিনি তার ব্লগে লিখেছেন: আমার একটা বিনয়ী প্রস্তাবনা রয়েছে। | 致命武器 |
8 | সেদিঘি দাবী করেছেন যে সংযত পোশাক না পরার কারণে (মেয়েদের) পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমরা বৈজ্ঞানিকভাবে এর সত্যতা পরীক্ষা করে দেখতে পারি। | 美国普渡大学学生Jennifer McCreight号召全球女性露出一点乳沟或美腿,希望以幽默方式驳斥伊朗一位伊斯兰教长的言论,因为他指称失礼的服装会撼动地球。 |
9 | আপনারা সকলেই হোমিওপ্যাথি ওষুধ মাত্রাতিরিক্ত গ্রহণের বিষয় অবগত আছেন? এখন সময় বুবকোয়েকের (ইরানের ধর্মীয় নেতার বাণীর প্রতিবাদে ম্যাকরেইট বুবকোয়েক শব্দটির প্রচলন করেন, তিনি যার দ্বারা বোঝাতে চাইছেন উন্মুক্ত হবার মাধ্যমে কোন কিছুকে কাঁপানো)। | 事件起因源自伊朗首都德黑兰(Tehran),代理周五祈祷的宗教领袖Hojatoleslam Kazem Sedighi声称:「许多女性若不懂得衣着合宜…不仅会迷惑年轻男性、令他们道德败坏,还在社会上散播奸情,最后导致地震增加」。 |
10 | ২৬ এপ্রিল, সোমবার, আমি আমার সেই জামাটি পড়বো, যে জামার মধ্য দিয়ে আমার বুকের মাঝখানের অংশ পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। হ্যাঁ, সেই জামাটি, যা শহরের একটি বিশেষ দিনে পড়ার জন্য আলাদা করে রাখা হয়েছে। | 这位女大学生自称是自由派、沉迷电脑、是个书呆子、充满科学精神,也是个困在美国印地安纳州的偏差无神论者兼女性主义者,她在个人博客写道: |
11 | আমি অন্য সব সংশয়বাদী নারীদের, আমার সাথে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদের বক্ষের অতিপ্রাকৃত শক্তিকে ব্যবহার করার অনুরোধ করছি, অথবা আমাদের শরীরের নীচের অংশে পড়ার জন্য তৈরি করা সংক্ষিপ্ত পোশাক (শর্টস বা হাফ প্যান্ট) পড়তে বলছি, যা আপনারা আপনাদের অসংযত মানসিকতার কারণে পরে থাকেন। | |
12 | নিন্দনীয় শারীরিক সম্পদের যৌথ এক প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা নিশ্চিতভাবে পৃথিবীতে ভূমিকম্প তৈরির ক্ষমতা রাখি। | 我有个小提案,这位宗教领袖宣称衣着失礼会造成地震,若真是如此,我们应以科学方法证实真伪,各位还记得顺势疗法过量 吗? |
13 | যদি তা না হয়, তাহলে আমি নিশ্চিত যে, সেদিঘি হয়তো একটি যুক্তিপূর্ণ ব্যাখ্যা নিয়ে হাজির হবে, কেন এদিন পৃথিবী নড়ে উঠলো না। এবং যদি আমরা তার তত্ত্বকে সঠিক প্রমাণ করতে পারি, তাহলে হয়তো এটা প্লেট টেকটনিক -এর একটি অন্যতম কারণ। | 4月 26日这天,我将穿着自己最暴露的上衣,就是那些只去夜店穿着的装扮,我鼓励其他女性质疑者加入行列,接受据称拥有超自然力量的乳房;若你觉得热裤比较失 礼也行,我们这些丑恶躯体的力量集结起来,应该肯定能制造地震,否则我相信这位教长肯定有合理原因,能解释为何大地未因此撼动,若我们真的达成这个目标, 或许也是地壳板动变动所致。 |
14 | বুবকোয়েক নামক অনুষ্ঠানের জন্য তৈরি করা ফেসবুকের পাতায় ইতোমধ্যে ১২৩,৬৮০ জন এর পক্ষে সমর্থন প্রকাশ করেছে, যাদের অনেকে পুরুষ। উপরের ছবিটি ফেসবুকের পাতা থেকে নেওয়া। | 这项活动在Facebook网站上已累积123,680位支持者,其中包括许多男性,以上图片即来自Facebook页面。 |
15 | এখানে বুবকোয়েকের একটি ভিডিও বার্তা রয়েছে। | 以下是活动影片说明: |
16 | অতীতে ইরানের বাসিন্দারা নিজেরাও সেন্সরশিপ বা নিষেধাজ্ঞা ও নিপীড়নেরও বিরুদ্ধে সৃষ্টিশীল প্রচারণা চালিয়েছে। | |
17 | জেলে থাকা অন্যতম এক ছাত্র ও একটিভিস্ট মাজিদ তাভাকোলির সমর্থনে অতি সম্প্রতি ম্যান ইন হিজাব নামক প্রচারণা (হিজাব পরিহিত পুরুষ) চালানো হয়েছিল। মনে হচ্ছে ইরানের ঘটনা এখন সারা বিশ্বে উত্তেজনার সৃষ্টি করা শুরু করেছে। | 伊朗民众在过去,亦曾推出反言论审查及迫害的创意运动,其中一项近期活动为「男性戴头纱」,以支持遭囚禁的知名学生运动人士Majid Tavakoli,而此次伊朗事件显然亦已成为全球感官运动。 |