# | ben | zhs |
---|
1 | ফ্রান্সঃ ছবিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া | 法国:以照片回应总统大选结果 |
2 | ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দশম রাষ্ট্রপতি নির্বাচন, যা কিনা ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন,তার ফলাফল ৬ মে ২০১২ তারিখে প্রদান করা হয়েছে। | 2012年法国总统大选,亦即是第五共和第10届总统选举结果已于2012年5月6日揭晓。 |
3 | দ্বিতীয় দফা ভোটে সমাজবাদী প্রার্থী ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১. | 社会党候选人Francois Hollande在第二轮投票中角逐现任总统Nicolas Sarkozy,以51. |
4 | ৯ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮. ০১ শতাংশ ভোট পেয়েছেন। | 90%比48.10%的得票率胜出。 |
5 | রাষ্ট্রপতি নির্বাচনের পরে, ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। | 紧接着此次总统选举后,将是6月10日与17日的国会大选。 |
6 | ফলাফলের অপেক্ষায় | 等待结果 |
7 | প্যালেস ডে লা কনকোর্ডোতে যাওয়ার আগে প্যারিসে নিকোলাস সারকোজির সমর্থকরা লা মুতুয়ালিতে জড়ো হয়েছে (শেষ মূহুর্তে প্যালেস ডে লা কনকোর্ডতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়)। | 在移动到协合广场(Place de la Concorde)之前,在巴黎的Nicolas Sarkozy支持群众聚集在互助宫(La Mutualité)(因为最后一分钟的变化取消了在协合广场的集会)。 |
8 | সন্ধ্যা ৭টার সময় লা মুতুয়ালিতের একটি কক্ষের দৃশ্য। | 下图为晚间7点在互助宫室内的照片: |
9 | সন্ধ্যা ৭ টার সময় মুতুয়ালিতের একটি কামরায়, ছবি টু ইটারের @এফগরেশ্চেল-এর | 晚间7点互助宫(the Mutualité)室内 由@fgerschel刊登于Twitter |
10 | যদি বিজয় ঘটে এই বাস্তবতায়, ফ্রাসোয়া ওঁল্যাদ-এর সমর্থকরা বাস্তিলে যোগ দেওয়ার আগে সলোফেরিনো সড়কে একত্রিত হয়েছে। | Francois Hollande的支持群众聚集在Solferino街,并计划胜选后于巴士底广场会合。 |
11 | সন্ধ্যা ৭টার সময় বাস্তিলের সামনের দৃশ্য,ছবি টুইটারের @ লরা_বারবো-এর | 晚间7点的巴士底广场 由@Laurent_Berbon刊登于Twitter |
12 | এক সময় ওঁল্যাদ যে এলাকার মেয়র ছিলেন, সেই তুলে নামক শহরের নাগরিকরা ফলাফলের জন্য গভীরভাবে অপেক্ষা করছে: | Francois Hollande曾任市长的Tulle市,焦虑地等待选举结果: |
13 | তুলের কেন্দ্রীয় এলাকা, ছবি@ওয়েবআরটিকুলেস্টা | Tulle市的中央广场 由@webarticulista所摄 |
14 | ফলাফল ঘোষণা | 宣布选举结果 |
15 | রাত ৮টার পর্যন্ত ফলাফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায়,বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ কিছু কৌশলের উদ্ভাবন করে। | 法国禁止在晚间8点前散布选举结果使得网民运用许多技巧来讨论国际媒体发布的选举预测。 |
16 | টুইটারে যারা #রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তারা এক সৃষ্টিশীল কৌশলের উদ্ভাবন করে। | 在Twitter上,那些使用热门标签#radiolondres的网民展现出无比慧黠。 |
17 | টুইটারে #রেডিওলন্ড্রেস হ্যাশট্যাগ | Twitter上的热门标签#radiolondres |
18 | আনন্দ এবং বেদনা | 几家欢乐几家愁 |
19 | ফলাফল ঘোষণার পর। | 宣布选举结果后,有许多行动者欢庆: |
20 | অনেক সমর্থক তা উদযাপন করছে: | 巴士底广场上的欢庆 @samschech所摄 |
21 | বাস্তিলে উদযাপন, ছবি @সামেশ্চে-এর | 失望情绪在卸任总统的阵营中显而易见: |
22 | বিদায়ী রাষ্ট্রপতির (সারকোজি) শিবিরে ছেয়ে যাওয়া হতাশা দৃশ্যমান: | UMP (Sarkozy所属政党)行动者在哭泣 由@Alexsulzer所摄 |
23 | ইউএমপি (সারকোজি এবং তার দল)-এর কর্মীদের চোখে অশ্রু, ছবি @অ্যালেক্সসালজার-এর | 互助宫(La Mutualité)前,公布选举结果时的情绪相当沈重: |
24 | ফলাফল ঘোষণার পর মুতুয়ালিতের সামনে এক বিষণ্ণ পরিবেশ তৈরী হয়: লা মুতুয়ালিতের সামনে কর্মীরা ফলাফল সম্বন্ধে জানছে, ছবি@ ইয়ানিজোনে-এর | 互助宫(La Mutualité)前,行动者们聆听选举结果 由@eanizon所摄 |
25 | নির্বাচনী প্রচারণার ইতি টেনে উভয় প্রার্থী যে বক্তৃতা প্রদান করেছিলেন তা ( ফ্রাসোয়া ওঁল্যাদ [ফরাসী ভাষায়] এবং নিকোলাস সারকোজির [ফরাসী ভাষায়]) তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে: | 双方候选人对竞选结束的演说可参见其官网:(François Hollande [fr]与Nicolas Sarkozy)[fr] |