# | ben | zhs |
---|
1 | ইউক্রেনঃ লিঙ্গীয় সমতার বিষয়ে তরুণদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | 乌克兰:青年拍摄性别平等短片 |
2 | ইউক্রেনের নারীরা গড়ে উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তারা একই পেশায় কাজ করা পুরুষ সহকর্মীর চেয়ে ৩০ শতাংশ কম বেতন পান। | |
3 | একজন নারী বেশিরভাগ সময় বেকার হয়ে থাকে, কিংবা তাকে চুক্তি ভিত্তিক কোন পেশায় নিয়োগ দেওয়া হয় না, কারণ হয়ত সে গর্ভবতী হয়ে পড়তে পারে। এমনকি যদিও তার কোন সন্তান না থাকে, তারপরে ঘরের বেশির ভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়, যা তার পেশায় এগিয়ে যাবার পথে এক বাধা। | 乌克兰一般女性教育程度很高,但同工不同酬,薪资较职务类似的男性少了30%左右,女性较容易失业、较难找到工作,因为外界认为她随时可能怀孕;纵然没有子女,女性仍得负责多数家务,阻碍职场发展,遭到家暴的机率也将近50%。 |
4 | এছাড়া উক্ত নারীর ঘরোয়া নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হবার সম্ভাবনা ৫০ শতাংশ। যেখানে ইউক্রেনের সংবিধান সহ আইন, নারী এবং পুরুষের মাঝে আইনগত সাম্যতার বিধান করে, কিন্তু আইনী বৈষম্য দুর করা এবং তার প্রয়োগ বেশ কঠিন একটা কাজ। | 包括宪法在内,乌克兰各项法律均保障男女平等,但要消除法规与实际情况之间的落差,着实很困难,不过传统态度与价值正在缓步改变,一般民众与女权份子都在其中扮演重要角色,例如在2010年8月,超过千人在首都基辅游行谴责家暴,还有数百位志工加入家暴宣导活动。 |
5 | তবে প্রথাগত মনোভাব এবং মূল্যবোধ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং সাধারণ নাগরিক ও একই সাথে নারী অধিকার প্রবক্তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। | |
6 | যেমন, আগস্ট, ২০১০-এ, ১,০০০ জন নাগরিক ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয় [ইউক্রেনীয় ভাষায়] এবং শত শত স্বেচ্ছাসেবী কর্মী ঘরোয়া নির্যাতন বিষয়ক এক প্রচারণায় অংশ গ্রহণ করে। | |
7 | তরুণ ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভিডিও প্রতিযোগিতা | 乌克兰青年影音竞赛 |
8 | ১৭ জুন ১০ সেপ্টেম্বর, ২০১১ পর্যন্ত, মেধাবী একদল তরুণ লিঙ্গীয় বিষয়ক এক প্রতিযোগিতা “লিঙ্গীয় সমতা”-এর জন্য নিজেদের তোলা ভিডিও জমা দেয় [ইউক্রেনীয় ভাষায়]। এতে অংশগ্রহণকারীদের দুটি বিভাগ “ লিঙ্গীয় সমতার জন্য ৫ মিনিট” অথবা “ ঘরোয়া নির্যাতন প্রতিরোধে ৫ মিনিট”-এর যে কোন একটির জন্য ৫ মিনিটের ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়েছিল। | 2011年6月17日至9月10日间,一群充满才气的年轻人参与性别短片竞赛“Gene of Equality”,参赛者可从“性别平等”或“家暴防治”两类择一,制作长五分钟的影片,这项比赛由联合国发展计划及欧盟驻乌克兰代表处赞助。 |
9 | এই প্রতিযোগিতার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট ইউরোপীয়ান ইউনিয়ন প্রোগ্রাম এবং ইউক্রেনের ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন। | 优胜者会经由评审团选出,作品也会放在YouTube网站供大众投票,这些影片浏览次数已近五万,优秀作品将于10月在基辅举行的性别短片节放映。 |
10 | এই প্রতিযোগিতায় একদল বিচারক বিজয়ীকে নির্বাচিত করবে, তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে আগে ইউটিউব ব্যবহারকারীরা ভোটে প্রদান করবে। | 以下影片内均可跨越语言隔阂,更多作品请见YouTube页面GenderTube。 |
11 | ইতোমধ্যে অনলাইনে এই সব ভিডিও ৫০,০০০ বার দেখা হয়েছে, এবং সেরা চলচ্চিত্রটি অক্টোবর ২০১১-এ, কিয়েভে অনুষ্ঠিত লিঙ্গ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। | “家庭暴力-破碎生命”:Infinity拍摄 |
12 | নীচে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যা যে কোন ভাষাভাষীর মানুষ বুঝতে পারবে, এবং এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা ইউটিউবের, জেন্ডারটিউবে দেখতে পাবেন। “ “পরিবারের ভেতর সহিংসতা- জীবন করে খণ্ডবিখণ্ড”- নির্মাতা “ইনফিনিটি”” | “改变观点-别把女性当性玩物”:Just a kilo拍摄 |
13 | “ “মনোযোগের কেন্দ্রকে পরিবর্তন করুন-নারীকে কেবল এক যৌন সামগ্রী হিসেবে বিবেচনা করবেন না”- নির্মাতা “ জাস্ট এ কিলো” | “你的家庭又如何?”:Divine Animators拍摄 |
14 | “আর আপনার পরিবারের কি অবস্থা?” নির্মাতা “দিডিভাইন এ্যানিমেটর” | “技巧不分性别”:NONAME_GROUP拍摄 |
15 | “কারুশিল্পের কোন লিঙ্গীয় পরিচয় নেই”- নির্মাতা “ননএ্যাম_গ্রুপ” | 校对:Soup |