# | ben | zhs |
---|
1 | বিশ্ব স্বাস্থ্য: এইচ আই ভির টিকা বের হয়েছে? | 爱滋疫苗新突破? |
2 | প্রথমবারের মতো এইচআইভির পরীক্ষা মূলক একটা টিকা আবিষ্কার হয়েছে যা এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। | |
3 | প্রচার মাধ্যমে এটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং জনগণ আর এইচআইভি/এইডস রোগীদের মনে আশা জাগিয়েছে। | 正在实验中的HIV疫苗首次出现保护作用,让媒体趋之若鹜,也让公共卫生及爱滋社会燃起希望。 |
4 | এই নতুন এইচআইভি টিকার বিশ্বের সর্ব বৃহৎ পরীক্ষামূলক প্রয়োগ থাইল্যান্ডে হয়েছে এবং তার ফল সেপ্টেম্বরের সপ্তাহে একটা প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়। | |
5 | আগের দুটো এইচআইভি টিকার সমন্বয়ে তৈরি আরভি ১৪৪ নামে পরিচিত এই পরীক্ষা ১৬০০০ জন থাই স্বেচ্ছাসেবকের উপর এর কার্যকারিতা পরীক্ষা করে দেখে। | 先前史上最大规模的HIV疫苗试验在泰国进行,结果已于9月24日的新闻稿中公布,这项编号RV144的研究针对超过16000名泰国志愿者,测试混合两种旧型HIV疫苗成效,这种疗法结果证实不仅安全,预防HIV病毒的功效也达31%。 |
6 | দেখা গেছে যে এই ঔষধ কেবলমাত্র নিরাপদই না, এটি এইচআইভি সংক্রমণ রোধে শতকরা ৩১ ভাগ সফল হয়েছে। | 此项试验是由美国陆军军医署赞助,由泰国公共卫生部执行。 |
7 | এই পরীক্ষা চালিয়েছে থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় আর আমেরিকার আর্মি সার্জন জেনারেল এর অর্থায়ন করেছে। | |
8 | বিশ্বব্যাপী প্রত্যেক দিন প্রায় ৫,৫০০ মানুষ মারা যায় এইডসের কারনে আর ১৯৮০র দশকে সনাক্ত হওয়ার পরে এ পর্যন্ত প্রায় ৩ কোটি বিশ লাখ মানুষ মারা গেছে এই রোগে। | |
9 | পরীক্ষার ফলাফল মোটামুটি কার্যকরী বলা হচ্ছে আর এটি এই রোগ প্রতিরোধে একটা ছোট পদক্ষেপ যাতে ভবিষ্যৎে একটা নিরাপদ আর খুবই কার্যকর প্রতিষেধক পাওয়া যায়। এশিয়া হেলথ কেয়ার ব্লগের একটি পোস্ট এই সাবধানী আশাবাদ নিয়ে বিস্তারিত লিখেছেন। | 人类自从一九八零年代初期发现爱滋病以来,平均每天近5500人因爱滋病而死,累积死亡人数估计达3200万,实验结果「尚称有效」,也向安全又极为有效的疫苗迈进一小步,Asia Health Care Blog进一步说明这种谨慎而乐观的态度: |
10 | “অনেক গণস্বাস্থ্য বিশেষজ্ঞ, এমনকি যারা এই প্রকল্পের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, সাবধান থেকেছেন যাতে এই ফলাফল নিয়ে বেশী মাতামাতি না হয়, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে এইচআইভি/এইডস মহামারীর রূপ নিয়েছে। | |
11 | কেউ কেউ এটাকে মূলে আঘাত বলেছেন উপরি চেষ্টা করার বদলে, আর সবাই বলছেন যে এই পরীক্ষা হয়ত সফল হয়েছে কিন্তু পূর্ণ ‘নিরাময়' এখনও অনেক বছর দূরে। এমনকি বিশেষজ্ঞরা পুরোপুরি জানেন না যে এই টিকার প্রক্রিয়া কিভাবে কাজ করে।“ | 许多公共卫生专家都相当谨慎,不希望对于实验结果过于兴奋,尤其是与计划密切相关的人士,以及来自印度等爱滋疫情严重地区的专家,有些人称之为安打,而非全垒打,各界亦强调虽然试验结果有些成功,但离「治愈」仍有很长一段路,事实上,许多专家根本不知道疫苗为何成功。 |
12 | তারপরেও ইউএনএইডস এর মতো সংস্থা এই ফলাফলকে স্বাগত জানিয়েছে এবং বলছে যে এটা ২০ বছরের বেশী সময় ধরে অসফল টিকা উদ্ভাবনের প্রচেষ্টায় আশার উদ্রেক ঘটিয়েছে। অনেক ব্লগার, যেমন ব্রান্ডোন লেসি ক্যাম্পোস এই ফলাফলের সীমাবদ্ধতা জানলেও অনেক আশাবাদী। | 不过联合国爱滋病规划署等组织仍赞扬这项结果,表示过去二十多年成功经验有限,但这项结果已为疫苗研究注入新希望,Brandon Lacy Campos及许多博客亦感乐观,不过也明白这项研究有其限制,他在My Feet Only Walk Forward博客指出: |
13 | তিনি তার মাই ফিট অনলি ওয়াক ফরোয়ার্ড ব্লগে বলছেন: | 请各位把这个好消息传出去,红丝带女巫有天也许会死! |
14 | “খুশির এই খবর ছড়িয়ে দেয়া যাক যে লাল ফিতার ডাইনীকে একদিন সত্যিই মারা যাবে! | |
15 | যদিও এই পরীক্ষায় দেখা গেছে যে এই টিকা ছড়ানোর ভয়কে মাত্র শতকরা ৩১ ভাগ কমায় (যা আসলেই ০% এর থেকে অনেক ভালো)। | |
16 | যদিও এই পরীক্ষা কেবলমাত্র থাইল্যান্ডে করা হয়েছে যেহেতু এশিয়াতে এইচআইভির প্রাদুর্ভাব সব থেকে বেশী। যদিও আমেরিকার সেনাবাহিনী এই পরীক্ষার জন্য মূল আর্থিক সহায়তা দিয়েছে। | 虽然研究显示疫苗只能降低31%的风险(总比0%好得多),虽然研究只在亚洲爱滋疫情最严重的泰国进行,虽然美军是主要出资单位。 |
17 | তারপরে ও আমি অভিভূত হয়ে গেছি এই সংবাদ শুনে। | 我仍对这件事兴奋不已。 |
18 | এইচআইভি রোগ ছড়ানো রোধ করতে এর আগে কোন টিকা সফল প্রমাণিত হয় নি। কিন্তু থাইল্যান্ডের মেধাবী দুইজন ডাক্তার আগের অকার্যকর দুটি টিকা একত্র করে এই টিকা তৈরি করেছেন যা বেশ কয়েকজন রোগীর মধ্যে এইচআইভির সংক্রমণ পুরোপুরি প্রতিরোধ করেছে … আমার এই আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না। | HIV疫苗的功能从没这么有效,但泰国有些聪明医师混合过往两种无效疫苗,制造成这种新疫苗,在某些病患身上的预防能力甚至达100%…所以请别忌妒我的快乐,我明白这种快乐有其限制,但希望带来信念,且若我们善用信念,就能改变世界。 |
19 | আমি এই আনন্দের সীমাবদ্ধতা আর স্বল্পতা জানি, কিন্তু আশা থেকে বিশ্বাস আসে, আর বিশ্বাস বিশ্ব পাল্টাতে পারে আমরা যদি তা হতে দেই।“ | |
20 | সাওয়াতদি গে থাইল্যান্ড ব্লগের একটা পোস্টে মন্তব্য করতে গিয়ে বিচলাভার আশা ছাড়ছেন না যে টিকা পাওয়া যেতে পারে। তিনি বলেছেন: | Beachlover在Sawatdee Gay Thailand博客留言时,也期望终会发现成功疫苗,他表示: |
21 | “কার্যকরী টিকা পেতে হয়ত হয়তো অনেক দেরি। কিন্তু ক্রমে এটা হতে পারে… মাত্র ২০ বছর চেষ্টা করা হয়েছে আর অনেক টিকা তৈরি হয়েছে, যা অনেক দশক ধরে পরীক্ষার পরে হয়েছে।“ | 疫苗可能还需要很长时间研发,但或许终将出现…目前只花费20年,世上许多疫苗都花了几十年进行研究。 |
22 | অন্যান্য ব্লগাররা এত আশান্বিত না, পরীক্ষার সম্ভাব্য ভুল ধরিয়ে দিয়ে এর ফলাফল আসলেই পরিসংখ্যানগত ভাবে গুরুত্বপূর্ণ কিনা তা প্রশ্ন করেছেন। এই টিকা এইচআইভি নাই এমন প্রাপ্ত বয়স্ক পুরুষ আর নারীর উপরে পরীক্ষা করা হয়েছে, যাদের অর্ধেক এই টিকা পেয়েছেন আর বাকীরা অকার্যকর টিকা পেয়েছেন। | 其他博客则没那么乐观,提到研究可能有缺陷,也质疑研究结果在数据是否具有重要性,此次受试对象为HIV筛检呈阴性的成年男女,半数施打疫苗,另一半则接受无作用的安慰剂,之后三年人,8198位施打安慰剂的民众中,共有74人感染HIV,而8197位接种疫苗者则有51人感染HIV,两者差异显著,不过菲律宾的PinoyPoz在Back In The Closet博客仍感怀疑,他表示: |
23 | তিন বছর ধরে ৮১৯৮ জন যারা এমনি টিকা পেয়েছিলেন তাদের মধ্য থেকে ৭৪ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন আর যারা টিকা পেয়েছিলেন সেই ৮১৯৭ জনের মধ্যে ৫১ জন আক্রান্ত হয়েছেন। | |
24 | এই পার্থক্য পরিসংখ্যানগত ভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, কিন্তু ব্যাক ইন দ্যা ক্লজেটে ব্লগ করা ফিলিপাইন্স এর পিনয়পোজ থেকে এই ফলাফলে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন: | 很抱歉,但我一开始就很怀疑,我从未读过任何有关抗HIV疫苗的详细发展记录,此次测试成功毫无来由,也太过突然,我知道听起来很悲观,只是我需要亲眼看过报告内容… |
25 | “আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু সত্যি, আমি সন্দেহ করেছি শুরুতে। | …接种疫苗后,受测者感染的比例为0. |
26 | আমি কখনো এইচআইভির কোন টিকার অগ্রগতির ব্যাপারে বিস্তারিত কিছু পড়ি নি। আমার মনে হয়েছিল যে এটি খুব বেশী হঠাৎ করে সফল হয়েছে। | 6%,但纵然没有疫苗,感染机率变化也不大,只有0.9%,在我看来差别很小。 |
27 | আমি জানি আমার হতাশা আগে বেরিয়ে এসেছে। আমার আসলে নিজের চোখে সব পড়া দরকার ছিল… | 英国的Martin在The Lay Scientist博客也持怀疑态度,他觉得: |
28 | …এই ‘টিকা' নিয়ে প্রতি ১০০০ জনে ৬ জন সংক্রামিত হয়েছেন। কিন্তু ‘টিকা' ছাড়াও সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। | 结合两种过往没有效果的疫苗,这项研究成果在数据上几乎毫无重要性,但许多科学家在《科学》杂志上联名批判这种方式,而且研究结果也和疫苗无效相同。 |
29 | ১০০০ জনে মাত্র ৯ জন। পার্থক্য? | 我不打算断言这项试验失败,但任何自重的怀疑论者看着这份结果,都会觉得不够具说服力。 |
30 | আমার জন্য, সামান্য।“ যুক্তরাজ্যের ব্লগ দ্যা লে সাইন্টিস্টে মার্টিন বেশ সন্দেহ প্রকাশ করেছেন। | 有些博客也揣测,无论实验结果是否值得庆祝,人们都会以此当成藉口,不再从事安全性行为,马来西亚的Jimbo在In My Father's Footsteps博客指出: |
31 | তিনি বলেছেন: | |
32 | “ আমরা একটা ফলাফল পেয়েছি যেটা প্রায় পরিসংখ্যানগত ভাবে গুরুত্বপূর্ণ না, দুটো টিকার সমন্বয়ে ব্যবহার করা একটি টিকা যা আগে কাজ করেনি, একটা প্রক্রিয়া যা একটি সম্মিলিত চিঠিতে বিশেষজ্ঞদের দল জোরালো ভাবে সমালোচনা করেছেন, আর ফলাফলের যে দোষ পাওয়া গেছে যা টিকা কাজ না করা বোঝাতেও পারে। | |
33 | আমি গলা বাড়িয়ে বলব না যে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে, কিন্তু কোন আত্মসম্মান বোধ সম্পন্ন সমালোচক এই ফলাফল দেখে এটাকে মৃদু ভাবে কার্যকরী ছাড়া আর কিছু বলতে পারবেন না।“ | |
34 | কিছু ব্লগার মনে করেন যে পরীক্ষার ফলাফল আনন্দ করার বা না করার কারণ হলেও, মানুষ এটাকে ব্যবহার করতে পারে নিরাপদ যৌন সম্পর্ক সম্পর্কে সাবধান না হবার কারণ হিসেবে। মালয়েশিয়া থেকে ইন মাই ফাদার্স ফুটস্টেপে ব্লগ করা জিম্বো বলেছেন: | 我们不能否认可能出现「反弹」效果,让人产生错误的安全感而卸下心防,就像爱滋病发现初期,由于第一种抗HIV药物上市,许多男同性恋又回归危险性行为,他们当时以为已找到解药! |
35 | “আমরা ‘ফিরে আসা' প্রতিক্রিয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিতে পারি না, যেখানে মানুষ মিথ্যা নিরাপত্তার চিন্তায় অভিভূত হন আর সাবধান হওয়া বন্ধ করে দেন, যেমন এইচআইভি/এইডসের প্রথম দিকে যখন গে ছেলেরা অসাবধান যৌন সম্পর্কে ফিরে গেলেন যখন এজেটটি, প্রথম এইচআইভি প্রতিরোধক ঔষধ বাজারে এসেছিল আর পাওয়া যাচ্ছিল। | |
36 | তারা মনে করেছিলেন এইচআইভির চিকিৎসা তো এসেছে, ভয় কি! | 若以为这种现象不会重现,这种定论就太过草率了。 |
37 | আসলে জিম্বো ভাবছেন যে এটা বোকার মতো চিন্তা হবে যে এমন ‘ফিরে আসা' প্রতিক্রিয়া আবার ঘটবে কি না।“ | 其他博客则希望研究报告在2009爱滋疫苗研讨会发表时,能够解答外界更多疑问,这项会议将于10月19日至22日在法国巴黎举行。 |
38 | অন্যান্য ব্লগাররা আশা করেন যে পরীক্ষা নিয়ে আর টিকার আসল ক্ষমতা নিয়ে আরো প্রশ্নের উত্তর পাওয়া যাবে যখন এই পরীক্ষার বিস্তারিত তথ্য এইডস টিকার কনফারেন্স ২০০৯ এ উপস্থাপিত হবে। | |
39 | এই কনফারেন্স ১৯-২২শে অক্টোবর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। | 针头照片来自Flickr用户stevendepolo,依据创用CC授权使用 |
40 | ইন্জেকশনের সুইয়ের ছবি, ফ্লিকার ব্যবহারকারী স্টিভেনডিপোলোর সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | 校对:Soup |