Sentence alignment for gv-ben-20090306-1886.xml (html) - gv-zhs-20090307-2024.xml (html)

#benzhs
1ভারত: পরিবেশবাদী পন্ডিতদের খুব ভাল একটি উদ্যোগ印度:环境学者的超级任务
2(ফেব্রুয়ারীর ২৭ তারিখ থেকে) প্রায় সপ্তাহ দুই আগে, আমি নিউইয়র্ক টাইমসে টম ফ্রিডম্যান এর কলামে পড়েছিলাম যে আমেরিকার দুইজন জ্ঞানী যুবক সম্পর্কে যারা খুব চমৎকার একটি উদ্দেশ্যে ভারতে এসেছে।大约两周之前,我看到了 纽约时报上的 傅里曼 专栏文章,提到两名年轻美国学者正在印度从事一项令人钦佩的任务。
3বিস্তৃত এই উপমহাদেশে পরিবেশের ভয়াবহতা বিষয়ে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে অ্যালেক্সিস রিনওয়াল্ড এবং ক্যারোলিন হো দেশটি ভ্রমন করছে একটি তড়িৎ/সৌর শক্তি চালিত গাড়ীতে।Alexis Ringwald和Caroline Howe正驾驶着一辆电力/太阳能混合动力车进行巡回印度之旅,欲藉此提升这个巨大的次大陆对其危急气候处境的意识。
4তারা যুবক এবং কর্মঠদের উৎসাহিত করছে পরিচ্ছন্ন, সবুজায়িত এবং অধিক সাসটেইনেবল শক্তির উৎস অনুসন্ধানের জন্য।他们鼓励年轻、有活力的人们改采用更干净、绿色,以及更永续的能源。
5আমি তাদের কর্মকান্ডে বেশ আপ্লুত হয়েছি এবং এখানে তাদের কথা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি।我对于他们的努力难以忘怀,于是决定在此分享这个故事。
6তাদের ভারতীয় অনলাইন পোর্টাল ‌‌‌'ইন্ডিয়ান ক্লাইম্যাট সলিউশন‘ এ যুক্ত আছে একটি ব্লগ, ভিডিও, আলোকচিত্র, ভারতীয় পরিবেশের নানা তথ্য এবং আরও অনেক কিছু।他们的网站入口 India climate Solutions 包含一个博客、线上影片、印度气候资讯,还有更多内容:
7যাত্রার শুরুতে ক্যারোলিনা লিখেছে:三种Reva车
8ভ্রমণ সম্পর্কে বেশী শিখতে এবং খুব স্বাভাবিক পরিবেশ সমাধানের উপর নির্মিত চলচ্চিত্রের উদাহরণ দেখতে যাতে আমরা যুবশ্রেণীকে অনুপ্রেণিত করছি তাদের নিজস্ব সমাধান, তাদের অদ্ভুত ধারনা, এবং পরিবেশ পরিবর্তনে তাদের নিজস্ব চিন্তাভাবনা সৃষ্টিতে, অনুগ্রহ করে আমাদের প্রথম পরিবেশ সমাধান ভিডিও দেখুন- যা তড়িৎ গাড়ী এবং আমাদের প্রাথমিক রিভা রোড ট্রিপ বিষয়ক আমাদের প্রথম সাক্ষাৎকার।刚踏上这趟旅程时,Caroline 写道: 想更了解这趟旅程,并见证非常根本的气候问题解决方案影片,其中我们鼓励年轻人研发自己的解决方案、自己的疯狂点子,和自己对气 候变迁的想法;请不要错过我们的气候问题解决方案影片-我们关于电动车的早先专访,和我们最初的Reva公路旅行。
9গুগলের রিচার্জ আইটি সম্মেলনে প্রবেশের জন্য আমাদের ১. ৫ মিনিটের সময় বেঁধে দেয়া হয় এই বিষয়বস্তুর ভিত্তিতে যে “কেনো আমি বিদ্যুৎ চালিত গাড়ী চালাতে চাই”, কিন্তু ভাবুন এটা অন্যরকম উদাহরণ যা দেখায় কিভাবে ভিডিও প্রতিযোগীতা নতুন চলচ্চিত্রের অনুপ্রেরণা দেয় এবং আমরা সেটাই করা চেষ্টা করছি।虽然谷歌 (Google)ReCharge IT 研讨会限制我们只能进入一分钟半(会议主题是:Why I Want to Drive a Plug-In),但我们认为这是影片竞赛可以启发更多新影片,以及我们企图努力之事的另一个实例。
10অ্যালেক্সিস লিখেছে:Alexis写道:
11আমরা কি মহান কাজ করেছি তার মাত্রা ৪ দিনের আগে বোঝা যায়নি।直到第四天,我才理解到我们所做是这般壮举。
12৩রা জানুয়ারী ২০০৯ এ পরিবেশ সমাধানের রোড ট্রিপ এ একদল আবেগপ্রবণ মানুষ যাত্রা শুরু করে, ভারতের চেন্নাই হতে নয়াদিল্লী পর্যন্ত যুগান্তকারী মাসব্যাপী ৩৫০০ কিমি এ যাত্রা প্রদর্শন করে যে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা সম্ভব এবং বিশ্বব্যাপী অটোপ্রস্তুতকারীদের ডেকে সেটা তৈরী করাতে হবে।2009年1月3日,有一群热情的家伙展开一趟气候问题解决方案公路之旅,从印度的钦奈(Cennai)到新德里耗时上月的三千五百公里路程,为的是印证干净运输的方案确实存在,并号召全球汽车制造业者共同打造来。
13এই অ্যাডভেঞ্চারের ৪র্থ দিন, জানুয়ারী ৭ তারিখে, আমি সত্যিকারভাবে বুঝতে পেরেছিলাম বিপ্লবের সূচনা আমাদের পরিকল্পনা ছিল “পরিবর্তনের জন্য চালনা”।在这趟冒险的第四天,1月7日,我真心体会到在这趟「改变之旅」所播下的革命种子。
14তাদের প্রকল্পের একজন সমর্থনকারী আনা ডি কসতা লিখেছে:计划支持者之一,Anna Da Costa,如此表示:
15ভারতীয় উপমহাদেশের ভেতর ভ্রমণের পর আমরা জেনেছি যে সহজতর এবং কার্যকর পরিবেশ সমাধানের একটি হলো সৌরশক্তি।我们在穿越印度次大陆的时候发现到,以太阳能加热用水是最简单以及最有效的挽救气候之道。
16দর্পনসম লেক আর খালের শহর, বহু পুরাতন স্থানসমূহ, সাজানো এবং বর্মযুক্ত প্রবেশদোর এবং পিচ্ছিল পথযুক্ত উদয়পুরে আমরা দেখতে পাই ঐ ধরনের একটি উদাহরণ।在乌代浦尔(Udaipur;湖城)这座城市;拥有如镜的湖泊与运河、古代宫殿、装饰与护甲的门廊以及昏昏欲睡的小径,我们就发现了这样一个案例。
17কাজের পন্থা মারাত্মকভাবে সাধারণ; একটি সাধারণমানের তাপ সঞ্চায়ক (যে প্যানেল তুমি দেখে থাক) যা তাপ ধারক পদার্থ দিয়ে তৈরী করা যেমন ধাতু, যা সরাসরি ছোট টিউবে পানিকে এমন অবস্থানে রাখে যাতে সূর্যের সাথে লম্বালম্বি হয়।它们(太阳能)的运作方式极为简单;普通的集热器(你可以看到那些面板)是由导热的材质如金属所制成,让水流透过一系列直接通到 隔温水槽的小水管,并维持在垂直于日照处的位置上,进而储存热水于水槽里。
18এটি আবরণযুক্ত একটি জলাধারের সাথে সরাসরি যুক্ত থাকে যেখানে গরম পানি সঞ্চিত হয়।当水在集热器之中加温时,水就藉着对流原理而自然传导,使温水流经过整套系统, 如此一来就会将它们均匀地加热。
19যেহেতু পানি সংগ্রাহকের মধ্যেই গরম হয়, পরিচালক পদ্ধতির দ্বারা তা স্বভাবতই একটি পানি প্রবাহ বজায় রাখার মাধ্যমে ব্যবস্থাটির ভেতর দিয়ে অগ্রসর হয় এবং এভাবেই এটাকে সমানভাবে উত্তাপ রাখে।这在热带国家是最便宜、最简单的加热水方法,而且足以供应达到百分之八十五到百分之百的家用热水之需。
20উষ্ণ দেশগুলোতে পানি গরম করার সস্তা এবং সহজ উপায়গুলোর মধ্যে এটি একটি এবং যা বসতবাড়ীর প্রয়োজনের ৮৫-১০০% গরম পানি সরবরাহ করে থাকে।每一套平均五十加仑容量的热水系统,还可以取代一套电力加热系统每年十一点一筒的耗油量。
21প্রতিবছরের ১১.印度总理最近在她的宫殿接见气候团队,对此Alexis也有话要说:
22১ ব্যারেল তেল এর ব্যবহার জায়গায় স্থানান্তর করে গড়ে ৫০ গ্যালন ব্যবস্থা যখন ইলেকট্রিকালি উত্তাপ করার ব্যবস্থাতে রূপান্তর করা হয়। ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি পরিবেশ দলটিকে তার কার্যালয়ে সাদর অভ্যর্থনা জানিয়েছেন এবং অ্যালেক্সিস এই সম্পর্কে বলে:我们对于获邀于印度总理官邸(Rashtrapati Bhavan)晋见受尊敬的总理佩蒂尔(the honorable President of India)感到莫大的荣幸!
23আমরা ভীষনভাবে সম্মানবোধ করছি ভারতের মাননীয় প্রেসিডেন্ট পাতিলের সাথে রাষ্ট্রপতি ভবনে তার বাড়ীতে দেখা করা জন্য আমন্ত্রিত হওয়ায়!她听到关于我们的挽救气候问题公路之旅,感到相当振奋,而且对于我们采取行动挽救气候危机的努力相当支持。
24তিনি খুবই চমকিত হলেন আমাদের পরিবেশ সমাধান রোড ট্রিপের কথা শুনে এবং পরিবেশ সমাধানে ব্যবস্থা গ্রহণে আমাদের প্রচেষ্টায় সহযোগী মনোভাব পোষন করেন।我们希望全世界的 所有政府领袖,都能认可自己国内正为气候议题努力发声的年轻人们!
25আমরা আশা করি বিশ্বের সকল দেশের প্রধান ব্যক্তিগণ তাদের দেশের যুবকদের বুঝতে পারবেন যারা এই বিষয়ে একটা ব্যতিক্রম কিছু ঘটাতে পারবে!(图片出处:India Climate Solutions)
26(ছবির জন্য কৃতজ্ঞতা: ইন্ডিয়া ক্লাইমেট সলিউশন)校对:Soup