# | ben | zhs |
---|
1 | ম্যাসিডোনিয়াঃ পুলিশের বিরুদ্ধে এক তরুণকে হত্যার অভিযোগ দেশটিতে বিক্ষোভের সৃষ্টি করেছে | 马其顿:警方涉嫌施暴 |
2 | আজ রাতে উল্লেখযোগ্য পরিমাণ একদল ব্যক্তি স্কোপজার কেন্দ্রে জড়ো হয়েছিল এক তরুণের মৃত্যুর ঘটনার প্রতিবাদে। অভিযোগ রয়েছে যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন সাম্প্রতিক নির্বাচনে জয়ের উৎসব উদযাপন করছিল তখন তার পাশে এই মানুষটিকে আঘাত করে মেরে ফেলা হয়। | 大批群众于6月6日晚间聚集在马其顿首都市中心抗议,起因是在执政党胜选庆祝活动现场,有位年轻人据称遭殴打至死。 |
3 | ঘটনাক্রমে বাস্কারফেস্ট নামক উৎসবের সময় এই ঘটনা ঘটলো। বাস্কারফেস্ট হচ্ছে স্কোপজার কেন্দ্রস্থলে অনুষ্ঠিত বার্ষিক রাস্তার শিল্পকলা প্রদর্শনী। | 抗争活动当天,首都市中心正好也在举办一年一度的街头艺术节。 |
4 | রেডিও এমওএফ এই ঘটনার যে সংবাদ প্রদান করেছে [ম্যাসিডোনিয়ান ভাষায়] ভনুকট তা অনুবাদ করেছে: | Vnukot英译MOF电台的报导内容: |
5 | নেটপ্রেস, এ১, প্লাসইনফো, মেকফ্যাক্স এবং ফোরামের সংবাদ অনুসারে গতকাল ৬ জুন, ২০১১,-এর ঠিক মধ্যরাতে, এক ২০ বছরের তরুণ, [যার নাম ড্যানিয়েল], স্কোপজার কেন্দ্রস্থলে ম্যাসিডোনিয়া নামক স্কোয়ারে নিহত হয়। যে সমস্ত প্রত্যক্ষ্যদর্শী নেটপ্রেস এবং এ১-এর সাথে কথা বলেছে, তারা বলছে যে আলফা নামের এক বিশেষ পুলিশ দল তাকে মারতে মারতে মৃত্যুর মুখে ঠেলে দেয়। | 根据NetPress、A1、PlusInfo、MakFax、Forum等网站指出,6月6日午夜左右,年纪二十出头、名叫Daniel的年轻男子在市中心马其顿广场附近死亡,目击者向NetPress与A1网站人员表示,男子是遭到多名警方特种部队殴打至死。 |
6 | স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে এ রকম ঘটনার কোন সংবাদ তাদের কাছে এখনো আসেনি এবং যদি এ রকম কোন ঘটনার সংবাদ আসে তাহলে তারা আরো তদন্ত করবে। স্কোপজার পুলিশ বিভাগ বলছে যে ময়ন তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে তার মৃত্যুর কারণ, কিন্তু এই তরুণের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। | 内政部发言人表示,此案尚无人通报,若有人报案,政府将进一步调查;首都警察局指出,死因将在解剖后厘清,但遗体上并无明显暴力伤痕。 |
7 | যতদুর দেখা যাচ্ছে, মূল ধারার প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করেছে। ( এর মধ্যে এ১ ব্যতিক্রম), কিন্তু ফেসবুক এবং টুইটার এবং ফেসবুকের মাধ্যমে এই সংবাদে দ্রুত ছড়িয়ে পড়ে (হ্যাশট্যাগ #ড্যানিয়েল, #ফোনটানা, #পার্ক) এবং প্লাসইনফোতে এই ঘটনা প্রকাশিত হলে তার প্রতিবাদে লোকজন সিটি পার্ক নামক উদ্যানে জড়ো হয়। | 除了A1电视台之外,主流媒体至今一概忽略此事,但消息迅速在Facebook和Twitter网站上传开(使用标签包括#daniel、#fontana、#park),在PlusInfo号召之下,许多人陆续前往市立公园抗争。 |
8 | ২৩ বছরের #ড্যানিয়েলকে খুন করার ঘটনায় জড়ো হওয়া ২০০ জন লোক (যারা) এর প্রতিবাদে জড়ো হয়েছিল, সান্ড্রা তাদের এক ছবি পোস্ট করেছে। | Sandra张贴的照片,“超过200人群集为23岁的Daniel之死抗议”。 |
9 | টুইটার ব্যবহারকারী @৩৬৫ ইলেকট্রিক এই প্রতিবাদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে এবং এই প্রতিবাদ শহরের উদ্যান থেকে সরকারী ভবন হয়ে কেন্দ্রীয় ভবন পর্যন্ত গিয়েছে। | Twitter用户@365eclectic刊登多张抗争照片,游行队伍从政府大楼附近公园走向中央广场: |
10 | অন্য টুইটার এবং ফেসবুক ব্যবহারকারী হাতে লেখা দরখাস্ত বিলিয়েছে [ম্যাসিডোনিয়ান ভাষায়], যেই দরখাস্তে আলফা নামক পুলিস বিভাগটিকে বিলুপ্ত করার আহবান জানানো হয়েছে, এই জঘন্য অপরাধের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত আচরণ এবং আদেশ প্রদানের বেলায় বিভাগটিকে দায়িত্ব নিতে হবে এবং পুলিশের অপব্যবহারের ঘটনা আভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়েছে। | 其他Twitter及Facebook用户则不断转寄一封手写的连署书,要求解散警方特种部队、追究肇事人员及单位责任、建立警方施暴的外部管控机制: |
11 | পরবর্তীতে @আরানজেল প্রদর্শিত স্কোয়ারের ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভরত জনতা এই বাণী বহন করেছে, “ ড্যানিয়েলকে ভালোবাসি” এবং “আলফা ঘাতক” এবং ছবিতে আরো দেখা যাচ্ছে স্কোয়ারের পাশে শহরের প্রধান সড়কে একদল মানুষ অবস্থান গ্রহণ করেছে ব্যবহারকারী @মালাভাকা প্রধান স্কোয়ারের পাশে রাস্তা বন্ধ করে অবস্থান গ্রহণ করে প্রতিবাদকারীদের ছবি প্রকাশ করেছে | @Arangel之后公布的广场照片中,群众手持标语写着:“我们爱Daniel”与“警察杀人”,还有广场旁主要市区街道上的静坐活动: |
12 | এই ঘটনার বিস্তারিত বর্ণনা এখনো পরিষ্কার নয়, ঘটনার শিকার ব্যক্তির পরিচয়ও এখনো নিশ্চিত নয়। | @malaovca则上传照片,记录静坐群众瘫痪市区主要广场附近的街道: |
13 | যখনই এই ঘটনার উপর কোন তথ্য পাওয়া যাবে, তখনই গ্লোবাল ভয়েসেস-এর স্থানীয় সংবাদদাতা তা সাথে সাথে জানিয়ে দেবে। | 这起事件仍有许多细节不明,例如受害人确切身分等,全球之声相关人员将会继续追踪相关消息。 |