# | ben | zhs |
---|
1 | বট্টাপ সিটিজেন জার্নালিস্ট এওয়ার্ড নামক পুরস্কারের বিচারক হিসেবে গ্লোবাল ভয়েসেস স্প্যানিশ মনোনীত হয়েছে | 全球之声参与西语系公民新闻奖 |
2 | স্প্যানিশ ভাষার নাগরিক সংবাদ (সিটিজেন জার্নালিজম) বিষয়ক সাইট বট্টাপ সেকেন্ড সিটিজেন জার্নালিস্ট এওয়ার্ড (দ্বিতীয় নাগরিক সংবাদিকতা পুরস্কার) জন্য ১৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা নিচ্ছে। | 西班牙公民新闻网站Bottup举办第二届公民记者奖,报名截止日期为3月15日,获胜者将担任该站「特别记者」,可获得旅游补助,前往希望采访的地点(金额最高1800欧元)。 |
3 | এই প্রতিযোগিতার বিজয়ীকে বট্টাপের বিশেষ সংবাদদাতা হিসেবে ঘোষণা করা হবে এবং তারা যে কোন স্থান গিয়ে সংবাদ সংগ্রহ করতে চাইলে সেই স্থান পর্যন্ত বিনে পয়সায় ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে (সর্বোচ্চ ১,৮০০ ইউরো পর্যন্ত ভ্রমণ ভাতা দেওয়া হবে) | |
4 | পেরুর জুয়ান আরেলানো ,গ্লোবাল ভয়েসেসের স্প্যানিশ ভাষার সম্পাদক। | 来自秘鲁的全球之声西班牙文版编辑Juan Arellano将加入比赛评审团。 |
5 | তিনি প্রতিযোগিতার অন্য বিচারকদের সাথে যোগ দেবেন, যারা এই প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করবে। বিশ্বের যে কোন দেশের স্প্যানিশভাষী ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। | 各国西语系民众均可参赛,只需在Bottup注册成为公民记者,并上传文字、影片、图像等格式的新闻故事,即可完成报名。 |
6 | এর জন্য আপনাকে কেবল বটআপে নাগরিক সাংবাদিক (সিটিজেন জার্নালিস্ট) হিসেবে নিবন্ধন করতে হবে এবং যে কোন মাধ্যমের একটি সংবাদ জমা দিতে হবে (ছাপা সংবাদ, ভিডিও, ছবি ইত্যাদি সংবাদ)। | 若有必要,网站编辑室将修改调整内容(调整对比、查证、订正及扩写)后发表,报导只要在2010年3月15日之前上传至网站,即自动成为参赛者。 |
7 | যদি প্রয়োজনীয় মনে হয়, তাহলে বট্টাপের সংবাদ বিভাগ এই ঘটনাকে সম্পাদনা করতে (“বৈপরীত্য পরীক্ষা, যাচাই, সংশোধন এবং বিস্তৃতিকরণ”) এবং প্রকাশ করতে পারবে। | 完整报名细则请见此(西班牙文)。 |
8 | ১৫ মার্চ, ২০১০ এর পূর্বে সকল সংবাদ বট্টাপে প্রকাশিত হবে এবং তা সরাসরি প্রতিযোগিতা প্রবেশ করবে। | 希望报导严重不正义的事件? |
9 | পুরো তথ্য এখানে রয়েছে যা নিয়ে আপনি আলোচনা করতে পারেন (এটি স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে)। | 还是想评论你最近看的电影? |
10 | ন্যায়বিচার উপেক্ষিত হয়েছে এমন কোন সংবাদ প্রকাশ করতে চান? | …公民记者奖是为推广资讯新模式,而下而上,由公民报导,再经过专业记者润饰。 |
11 | অথবা সর্বশেষ দেখা কোন চলচ্চিত্রের উপর পর্যালোচনা করতে চান? …. | 2008年的第一届公民记者奖里,共有214件参赛作品,最后从各类别中选出三位优胜者。 |
12 | সিটিজেন জার্নালিষ্ট এ্যাওয়ার্ড পুরস্কার প্রবর্তনের উদ্দেশ্য, নতুন ধারার এক সংবাদ সম্বন্ধে প্রচারণা, যে সংবাদ একেবারে মাঠ পর্যায় থেকে পাওয়া যাবে, সে সংবাদ আসবে নাগরিক ও পেশাদার সাংবাদিকদের কাছ থেকে। ২০০৮ সালে প্রদান করা প্রথম বার প্রদান করা বট্টাপ নাগরিক সাংবাদিকতা পুরস্কারের ক্ষেত্রে, তিনটি ভিন্ন বিভাগের জন্য পুরস্কার প্রদান করা হয় [স্প্যানিশ ভাষায়]। | 获选者包括来自Málaga的Ágata Mata Bermúdez,得奖作品题为La Iglesia: comunión y celíacos;Eduardo Marin Raboso以Adoptar millones de sonrisas胜出;Olga Pardo Ayuso则以Alimentar a los coches o alimentar a las personas这篇报导获奖。 |
13 | ২১৪ টি অংশগ্রহণকারী সংবাদের মধ্যে থেকে এদের নির্বাচিত করা হয়েছিল। | |
14 | স্পেনের মালাগার আগাটা মাটা বেরমুডেজ তার ‘লা ইগলেসিয়া: কমিউনিঅন ইয়া সেলিয়াকস (গির্জা: সম্প্রদায় এবং যাজক)” প্রবন্ধের জন্য পুরস্কার লাভ করেন। | |
15 | অন্য আরেক বিজয়ী ছিলেন এডোয়ার্ডো মারিন রাবোসা। তার সংবাদের শিরোনাম ছিল “এডপটার মিলিয়নেস ডে সোনরিসাস (লক্ষ হাসিকে গ্রহণ করা)”। | 校对:Portnoy |
16 | সব শেষে রয়েছেন ওলগা পারডো আউয়ুসো, যিনি তার লেখা “আলিমেনটার এ লস কোচেস ও আলিমেনটার অ লাস পারসোনাস (গাড়ির জন্য জ্বালানী নাকি মানুষের জন্য খাদ্য)” -এর জন্য পুরস্কার পেয়েছেন। | |