Sentence alignment for gv-ben-20140718-44169.xml (html) - gv-zhs-20140723-13656.xml (html)

#benzhs
1গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণঃ ইজরায়েল-এর গাজায় স্থল পথে হামলা চালানো শুরু以色列展开地面进攻 加萨烽火连天 巴勒斯坦民众表示,自以色列今晚(7月17日)展开地面行动进入加萨之后,目前当地烽火连天。
2ফিলিস্তিনি নাগরিকরা বলছে গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণ করা হচ্ছে, বিশেষ করে যখন ইজরায়েল আজ রাতে, দুটি দেশের মাঝে অবরুদ্ধ গাজায় স্থল পথে হামলা চালানো শুরু করে, গাজা, যাকে এক উন্মুক্ত বন্দীশালা বলে অভিহিত করা হচ্ছে, সেখানে ২০ লক্ষ ফিলিস্তিনি নাগরিকের আবাস, যাদের কোথাও যাবার জায়গা নেই।加萨是大约一百七十万巴勒斯坦人的家,这个遭到包围的土地,一边与以色列接壤,另一边则是埃及。 两条边界皆受到严格控制,使当地居民无处可逃。
3গাজার একদিকে ইজরায়েল-এর সীমান্ত, অন্য পাশে মিশর, যে এখন গাজার সাথে তার সীমান্ত বন্ধ করে রেখেছে।批评以色列占领行为的评论家将加萨形容成一座开放监狱。 在推特上拥有八千位粉丝的Jehan Alfarra说:
4NOW: It's raining FIRE on #Gaza tonight with an Israeli ground invasion on the wayyy!
5জেহান এওয়ানফাররা, টুইটারে যার কিনা ৮০০০ অনুসারী রয়েছে, সে বলছে:#PrayForGaza pic.twitter.com/QMOTBduZ96
6এখন: যখন স্থলে পথে গাজায় হামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, তখন আজ রাতে গাজায় বৃষ্টির মত গোলাবর্ষণ করা হচ্ছে!- Jehan Alfarra (@palinoia) July 17, 2014 目前状况:以色列正展开地面进攻,今晚的加萨 #Gaza 烽火连天!
7গাজা রাইটস ব্যাক, টুইটারে যারা ৩৬৪০০ অনুসারী রয়েছে, তিনি বলছেন স্থল পথে হামলা শুরু হয়েছে এবং ভারি বোমা বর্ষণ “সমগ্র গাজাকে আগুনের এক কুণ্ডে” পরিণত করেছে”:#PrayForGaza(#为加萨祈祷) pic.twitter.com/QMOTBduZ96 拥有三万六千四百名粉丝的推特用户Gaza Writes Back表示,地面进攻展开以及密集的轰炸,已经将「整个加萨变成火球」:
8israel starts a land invasion and turns the whole Gaza Strip into a ball of fire… #GazaUnderAttack pic.twitter.com/pnyFbdtcra - Gaza Writes Back (@ThisIsGaZa) July 17, 2014
9ইজরায়েল সীমান্ত দিয়ে স্থল পথে আক্রমণ শুরু করেছে এবং সমগ্র গাজা এলাকাকে আগুনের এক কুণ্ডে পরিণত করেছে…以色列展开地面进攻,把整个加萨走廊都变成了火球…… #GazaUnderAttack(#加萨正遭受攻击) pic.twitter.com/pnyFbdtcra 一样来自加萨的iFalasteen也向自己两万六千八百名的粉丝留言:
10It's raining bombs across Gaza Strip now from sea, land and air… Israel is bombing everything… #GazaUnderAttack
11এবং আইফালাস্তিন, যে কিনা গাজাতে বাসা করে, টুইটারে সে তার ২৬৮০০ অনুসারীর জন্য টুইট করেছে:- فلسطين i (@iFalasteen) July 17, 2014 炸弹遍布加萨走廊,来自海上、地上与空中……以色列什么都炸……#GazaUnderAttack
12এখন সমুদ্র, মাটি এবং আকাশ সবখান থেকে গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণ করছে… সকল কিছুর উপর ইজরায়েল বোমাবর্ষণ করছে同样在加萨的推特用户Palestine,与自己一万名推特追随者分享了下面这张加萨当晚遭受轰炸的照片: it's the heaviest attack now !!
13এছাড়াও, গাজাতে, টুইটারে যার ১০,০০০ অনুসারী রয়েছে সেই প্যালেস্টাইন নামক টুইটার ব্যবহারকারী আজ রাতে গাজায় যে বোমা বর্ষণ ঘটেছে, তার এই ছবি প্রদর্শন করেছে:#PrayForGaza #GazaUnderAttack pic.twitter.com/VNWN6Dlaui - Palestine | פלסטינה (@iPalestinian91) July 17, 2014
14এখন পর্যন্ত এটাই সবচেয়ে ভয়াবহ হামলা !!现在正受到非常猛烈的攻击!!
15#PrayForGaza #GazaUnderAttack pic.twitter.com/VNWN6Dlaui
16তার অন্য এক ছবিতে সে উল্লেখ করেছে :在另一张照片,他说:
17Even the moon is red in Gaza tonight… #GazaUnderAttack pic.twitter.com/EtgQgkyyTX
18এমনকি, গাজায় আজ রাতে চাঁদ পর্যন্ত লাল হয়ে গেছে…- فلسطين i (@iFalasteen) July 17, 2014
19ফটোগ্রাফার জাভেদ শাফতাওয়াই, গাজা সীমান্ত থেকে তোলা একটি ছবি প্রদর্শন করেছে, যেটিতে হামলা শুরুর বিষয়টি উঠে এসেছে:就连今晚加萨的月亮也是红的…… #GazaUnderAttack pic.twitter.com/EtgQgkyyTX 摄影师Jehad Saftawi自加萨边境发布了一张照片,显示进攻展开之际的模样:
20The Israeli ground invasion has started on Gaza Strip, here the borders of Gaza.
21ইজরায়েল-এর স্থল পথে হামলা চালানো শুরু, এই হচ্ছে গাজার সীমান্ত।#GazaUnderAttack pic.twitter.com/ny7sEjhar0
22এদিকে গাজার বাসিন্দা, ফিলিস্তিনের সাংবাদিক, অনুবাদক এবং ফ্রি ল্যান্স ফটোগ্রাফার লারা আবু রামাদান ব্যাখ্যা করছে:- Jehad Saftawi (@Jehadsaftawi) July 17, 2014 以色列已开展对加萨走廊的地面进攻,这里是加萨边境。
23এটা বীভৎস,পশ্চিম গাজায় আমি ইজরায়েল-এর ট্যাঙ্ক থেকে বিশাল বিশাল সব গোলা নিক্ষেপের দৃশ্য দেখতে পাচ্ছি।#GazaUnderAttack pic.twitter.com/ny7sEjhar0 另一边,巴勒斯坦记者、译者与自由摄影工作者Lara Abu Ramadan则说:
24This is horrible I can see a huge fire from the Israeli tanks western Gaza strip.
25#GazaUnderAttack pic.twitter.com/whpSbRmSpo
26আর ফিলিস্তিনি ব্লগার হাইথাম সাবাহ, গাজা থেকে এই সরাসরি স্ট্রিমিং-এর এই লিঙ্কটি তুলে ধরেছে:- Lara (@laraaburamadan) July 17, 2014 这太恐怖了,我能看到加萨走廊西部来自以色列坦克的巨大火光。
27গাজা থেকে সপ্তাহের প্রতিদিনের প্রতি মূহূর্তের সংবাদ (২৪/৭) অনলাইনে সরাসরি স্ট্রিমিং করা হচ্ছে#GazaUnderAttack pic.twitter.com/whpSbRmSpo 巴勒斯坦部落客Haitham Sabbah分享了加萨的实时在线直播连结:
28Online Live Stream From #GazaUnderAttack http://t.co/jg2PZQbXXK - Haitham Sabbah (@sabbah) July 17, 2014
29এদিকে, প্যারিস ভিত্তিক সাংবাদিক রিচার্ড হাল, টুইটারে যার ৬৮০০ অনুসারী, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন:同时,巴黎记者Richard Hall留言提醒自己六千八百名粉丝: Last time Israel invaded Gaza 1,387 Palestinians were killed.
30গাজায় এর আগে সর্বশেষ যে বার ইজরায়েল হামলা চালিয়েছিল, সেবার ফিলিস্তিনের ৭৭৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল, যাদের মধ্যে ৩২০ জন ছিল শিশু এবং ১০৯ ছিল নারী (সূত্রঃ বি'ৎসেলেম)773 were civilians, including 320 children and 109 women. (Source: B'Tselem)
31“অপারেশন ডিফেন্সিভ এজ” নামক ইজরায়েল-এর হামলা শুরুর পর আজ ১১ তম দিবস অতিক্রান্ত হল, যে হামলায় নারী ও শিশু সহ ২৩০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং ১,৫০০ জন নাগরিক আহত হয়েছে।- Richard Hall (@_RichardHall) July 17, 2014 上一次以色列侵略加萨,有1,387名巴勒斯坦人民死亡。
32২০০৭ সাল থেকে গাজা শাসন করা হামাস, ইজরায়েল-এ মিসাইল ছুঁড়েছে।其中773名为平民,包含320位儿童与109位妇女。( 来源:B'Tselem)
33সেখানে ছোঁড়া তাদের বেশীরভাগ মিসাইল যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত ‘আয়রন ডোম' বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেমন কোন গুরুতর ক্ষতি সাধন করতে সক্ষম হয়নি,গার্ডিয়ান পত্রিকার মতে যা ব্যবস্থা অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।今天是展开「保护边界行动(Operation Defensive Edge)」后的第11日,目前已导致超过230名巴勒斯坦民众死亡,包含妇女与孩童,并有超过一千五百人受伤。 自2007年起统治加萨走廊的哈马斯从加萨向以色列发射飞弹。
34根据英国卫报报导,大多数射向以色列的飞弹都未造成严重损害,部分原因即在于美国出资的「铁穹」对空防御系统,到目前为止已经拦截了至少70发炮弹。
35সামগ্রিক হামলার ফলে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।随着以色列展开地面进攻,伤亡人数预计将攀升。 校对:Fen