Sentence alignment for gv-ben-20130613-36827.xml (html) - gv-zhs-20130611-12641.xml (html)

#benzhs
1তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় অকুপাই গেজি'র নির্ঘন্ট土耳其:占领盖齐公园的社群媒体年表
2পোস্টটি লেখকের মূল ব্লগ আজাডুলতে দেখা যাবে।本文原刊登于作者本人的部落格:Azadolu。
3২০১৩ সালের ১০ এপ্রিল তারিখে তুরস্কের টুইটার জগতে #ayagakalk (আয়াগাকাল্ক) হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।2013年4月10日,土耳其推特圈出现宣扬#ayagakalk(土耳其语“站起来”)的主题标签。
4এর মানে হলো “রুখে দাঁড়াও”।这个呼吁来自一个小型的运动人士团体,他们试图要保卫塔克西姆广场的盖齐公园,反对此区兴建购物商场的计划。
5এই আহবান এসেছিল একটি ছোট্ট আন্দোলনকারী দল থেকে।没有人料到,这小小的事件会演变成土耳其共和国史上最大的抗议活动。
6তারা তাসকিম স্কোয়ারের গেজি পার্ক বাঁচানোর জন্য এই আহবান জানিয়েছিল।4月10日,推特用户Ezgi Medran在推特上收集网友连署支持4月13日举行的第一场抗议[土]:
7সেখানে পার্ক তুলে দিয়ে শপিং মল বানানোর কাজ চলছিল।拯救塔克西姆盖齐公园,我们需要大家的连署!
8তখন পর্যন্ত কেউ-ই আশা করেনি, এই ছোট্ট ঘটনাই তুরস্কের ইতিহাসে এই বৃহৎ প্রতিবাদের জন্ম দিবে।正如Medran的推特,4月13日举行的抗议活动一开始像个节日。
9১০ এপ্রিলের ঘটনার প্রতিবাদ করতেই রাজপথে নেমেছেন টুইটার ব্যবহারকারী এজগি মেদ্রান।环运人士Barış Gençer Baykan写说:
10তিনি ১৩ এপ্রিল পার্ক বাঁচানোর জন্য সবার স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন:数千民众正在保卫塔克西姆盖齐公园。
11তাকসিম গেজি পার্ক বাঁচাতে আপনার স্বাক্ষর প্রয়োজন!数千人聚集在塔克西姆广场的盖齐公园。
12১৩ এপ্রিলে প্রতিবাদ কর্মসূচী শুরু হয় অনেকটা উত্সবের আমেজে।照片分享自@yesilgundem的推特。
13পরিবেশ আন্দোলনকর্মী বরিস জেন্সার বায়কান লিখেন:当时,安全部队与抗议群众间并未传出发生冲突。
14তাসকিম গেজি পার্কে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে ফেটে পড়েছেন।5月27日,另一场持相同诉求的抗议活动举行。
15হাজার হাজার বিক্ষোভকারী তাসকিম গেজি পার্কে জমায়েত হয়েছেন।这一次,一些运动人士占领了盖齐公园,抵抗施工人员。
16টুইটারে ছবি শেয়ার করেছেন @yesilgundem社群媒体团队140journs,透过下方的文字,分享了一张运动人士的照片:
17এই সময়ে বিক্ষোভকারীদের সাথে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ধরনের সংঘর্ষ হয়নি।尽管有拆除工程,但塔克西姆盖齐公园从昨晚开始还是有了巡逻队。
18মে মাসের ২৭ তারিখে একই কারণে অন্য একটি বিক্ষোভ সংঘটিত হয়।抗议群众在盖齐公园扎营。
19এদিন কিছু বিক্ষোভকারী নির্মাণকর্মীদের সরিয়ে দিয়ে গেজি পার্ক দখল করে নেয়।照片来源: @140journos
20সোশ্যাল মিডিয়া টিম 140journs টুইটারে আন্দোলনের একটি ছবি শেয়ার করে।而事情在两场抗议活动意外后,开始变得失去控制,并在社群媒体上迅速传开。
21সেখানে বলা হয়েছে: তাসকিম গেজি পার্ক ভাঙ্গার কাজ সত্ত্বেও গত রাতে আন্দোলনকারীরা সেখানে পাহারা দিয়েছে।首先,路透社摄影师Osman Orsal,拍了一张手无寸铁的女性抗议者,遭警方以催泪瓦斯攻击的照片。
22গেজি পার্কে আন্দোলনকারীর তাঁবু গেড়ে বসেছে।接着,警方于破晓时行动,烧毁运动人士的帐棚。
23ছবি কৃতজ্ঞতা: @140journos这起事件可在YouTube上观看。
24দুটো ঘটনা ঘটার পরে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।#direngeziparki(抵抗盖齐公园)成为热门的主题标签,有愈来愈多抗议活动支持者使用。
25প্রথম ঘটনাটি হলো, অজ্ঞাতপরিচয় এক নারীর ওপর পুলিশের কাঁদানো গ্যাস হামলা।土耳其演员Memet Ali Alabora于公园现身,他也是最早亲身参与抵抗活动的几位名人之一。
26ছবিটি তোলেন রয়টার্সের ফটোগ্রাফার ওসমান ওরসাল।他在自己的推特帐号上说:
27পরেরটি ছিল পুলিশের আন্দোলনকারীদের তাঁবু পুড়িয়ে দেয়া।各位朋友,这不只是关乎盖齐公园,你们还没搞懂吗?
28ইউটিউবে তাঁবু পুড়িয়ে দেয়ার ভিডিওটি রয়েছে।赶快来吧。
29এই দুই ঘটনার পরেই টুইটারে জনপ্রিয় #direngeziparki হ্যাশট্যাগ চালু হয়।警方开始以催泪瓦斯与镇暴水枪攻击抗议群众。
30এর অর্থ হলো গেজি পার্ক প্রতিহত করো।催泪瓦斯的使用量过大。
31আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচী সমর্থন জানিয়ে এই হ্যাশট্যাগ অনুসরণ করেন।旁观者表示,警方喷催泪瓦斯时,都瞄准抗议群众的身体。
32আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে এগিয়ে এসেছেন তুরস্কের তারকা অভিনেতা মামেত আলী অ্যালাবোরা। সেলিব্রেটি হিসেবে তিনিই প্রথম অভিনেতা, যিনি আন্দোলনকারীদের সাথে একাত্মা জানান।推特用户Alper Orakci分享了一张照片,塔克西姆广场最大街道独立大街(Istiklal Caddesi)上头,数量惊人的催泪瓦斯胶囊:
33তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন:催泪瓦斯胶囊!
34বন্ধুরা, এটা শুধুমাত্র গেজি পার্কের বিষয় নয়।为了驱散抗议群众,警方使用过多的催泪瓦斯。
35আপনারা এখনও কেন জেগে উঠছেন না? এখানে চলে আসুন।照片分享自@alperorakci的推特。
36পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানো গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে।拍摄红衣抗议妇女这张代表性照片的路透社摄影师Osman Orsal,遭催泪瓦斯攻击而受伤。
37পুলিশ ব্যাপকভাবে কাঁদানো গ্যাস ছোঁড়ে।土耳其彭博新闻社的总编Benjamin Harvey写道:
38আন্দোলনকারীদের শরীর লক্ষ্য করে কাঁদানো গ্যাস ছোঁড়া হয়।@BenjaminHarvey:Osman Orsal,摄影师。
39টুইটার ব্যবহারকারী অ্যালপের ওরাককি তাসকিম স্কোয়ারের সবচেয়ে বড়ো রাস্তা ইশতিক্লাল ক্যাডেসি-তে পড়ে থাকা অসংখ্য কাঁদানো গ্যাসের ক্যাপসুলের ছবি শেয়ার করেন: কাঁদানো গ্যাসের ক্যাপসুল!这是他昨天在伊斯坦堡拍的照片:http://bit.ly/11GaGa1 而这是他今天的遭遇:pic.twitter.com/8aU1vRZGjX
40আন্দোলনকারীদের ওপর ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁদানো গ্যাসের ক্যাপসুল। টুইটারে ছবি শেয়ার করেছেন @alperorakciOsman Orsal遭催泪瓦斯攻击而受伤。
41রয়টার্সের ফটো সাংবাদিক ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন। উল্লেখ্য, ওসমান লাল জামা পরিহিত নারী বিক্ষোভকারীর আইকনিক ছবিটি তুলেছিলেন।照片来源:pic.twitter.com/8aU1vRZGjX
42তুরস্কে ব্লুমবার্গের ব্যুরো প্রধান বেনজামিন হার্ভে লিখেছেন:抗议群众在脸书与推特上组织活动之际,主流媒体显然对这些抗议事件视而不见。
43@BenjaminHarvey ওসমান ওরসাল, ফটো সাংবাদিক।社群媒体上有许多对主流媒体频道表示反感的声音。
44গতকাল ইস্তাম্বুলে তিনি এই ছবিটি তুলেছেন: http://bit.ly/11GaGa1 আজকে তার অবস্থা এই: pic.twitter.com/8aU1vRZGjX推特用户Faruk erman分享一张照片,图解土耳其媒体的沉默:
45ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে আহত হয়েছেন।目前的电视频道。
46সূত্র: pic.twitter.com/8aU1vRZGjX冲突期间的电视频道。
47আন্দোলনকারীরা ফেসবুক এবং টুইটারকে কেন্দ্র করে সংগঠিত হয়েছেন। মূলধারার পত্র-পত্রিকা পুরোপুরিই নিশ্চুপ ছিল।照片来源:pic.twitter.com/DsfhVnz0CZ
48আন্দোলনকে তারা অগ্রাহ্য করেছেন। তাই মূলধারার পত্র-পত্রিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ছিল ব্যাপক।Benjamin Harvey对于土耳其CNN在冲突期间,播放企鹅纪录片一事感到愤怒:
49টুইটার ব্যবহারকারী ফারুক এরমান একটি ছবি শেয়ার করেন, যেখানে তুরস্কের মূলধারার পত্র-পত্রিকার নীরবতার বিষয়টির উল্লেখ ছিল:@BenjaminHarvey:不是在开玩笑,土耳其CNN现在在播企鹅节目。
50দেখুন, এখন টিভি চ্যানেলগুলো কী প্রচার করছে। আন্দোলন চলার সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর চিত্র।土耳其执政党AKP(正义与发展党)的支持者,指责抗议群众导致冲突。
51সূত্র: pic.twitter.com/DsfhVnz0CZ সংঘর্ষ চলাকালে সিএনএন-তুর্ক চ্যানেলে পেঙ্গুইনের ওপর তথ্যচিত্র প্রচার করায় অতিশয় ক্ষুদ্ধ হয়েছেন:AKP的支持者透过标签#oyunagelmeturkiyem(“别被耍了,土耳其”),在推特上发表评论。
52@BenjaminHarvey সত্যিই, সিএনএন-তুর্ক পেঙ্গুইনের ওপর শো প্রচার করছে।推特用户Canan Kumas写道:
53তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সমর্থকরা সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। টুইটারে তারা #oyunagelmeturkiyem হ্যাশট্যাগের অধীনে মন্তব্য করেছেন।@Canan_Hasret:过去这几年,[土耳其总理]Tayyip所做的一切都是帮助国家发展,现在他们却希望他因为一座公园被弹劾 #oyunagelmetuerkiyem
54এর মানে হলো, তুরস্ক, ফাঁদে পা দিয়ো না। টুইটার ব্যবহারকারী ক্যানান কুমাস লিখেছেন:另一位用户Bunyamin Hakimoglu则反对拿土耳其与阿拉伯之春比较,他说:
55@Canan_Hasret তায়েপ এরদোগান কিছুই করেননি। তবে বিগত কয়েক বছর ধরে উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।@Benj_Kobsch:别再幻想土耳其有春天了。
56এখন তারা একটি পার্কের জন্য তার অপসারণ চায়। #oyunagelmetuerkiyem这个政府是民主选举选出来的。
57অনেকে তুরস্কের আন্দোলনকে আরব বসন্তের সাথে তুলনা করেছেন।注意这差异!
58তবে এর বিরোধীতা করে বনিআমিন হাকিমুলু বলেছেন: @Benj_Kobsch আন্দোলনকে তুরস্ক বসন্ত ভাববেন না।#OyunaGelmeTürkiyem
59সরকার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। এই পার্থক্য সম্পর্কে সতর্ক থাকুন!但另一方面,某些支持者之间也出现批评的声音。
60#OyunaGelmeTürkiyem অন্যদিকে, ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যেও নানা ধরনের সমালোচনা রয়েছে।举例来说,AKP议员与前文化旅游部部长Ertugrul Gunay,便对党内粗暴对待抗议群众感到生气:
61যেমন, দলের সিনেটর এবং সংস্কৃতি ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী এলতুগরুল গুনাই আন্দোলনকালীদের ওপর জোর-জুলুমের রাজনীতি করায় ক্ষুদ্ধ হয়েছেন:
62ইস্তাম্বুলের বিজয় বার্ষিকীর সময়ে একটি শপিং মল নির্মাণের জন্য যারা ৭৫ বছর বয়সী গাছ কাটে, তারা হয় সুলতানাত, নয় ঈশ্বরের আদেশ বুঝতে পারে না!想在“君士坦丁堡的陷落”周年期间,砍倒75岁老树盖购物商场的人,无法瞭解征服者苏丹与上帝的旨意!
63দেশজুড়ে প্রতিবাদ সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরেও প্রধানমন্ত্রী তায়েপ এরদোগান শপিং মল নির্মাণ থেকে পিছু হটছেন না।抗议活动与冲突持续遍及全国之际,总理Erdogan看起来还是不愿让步。
64তিনি তার টুইটারে বলেছেন: আমরা চাইলে এক মিলিয়ন মানুষ জমায়েত করতে পারি।他在自己的推特上说:
65সেখানে বিরোধী দল কয়েক হাজার মানুষ জমায়েত করেছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করবো না।如果反对方聚集十万人,我们可以号召百万人,只是我们不做而已。