# | ben | zhs |
---|
1 | ইয়েমেন: আমেরিকান দূতাবাসে হামলায় ১৬ জন নিহত | 也门:美国大使馆遭攻击,16死 |
2 | ইয়েমেনের সানায় আমেরিকার দুতাবাসে (১৭ই সেপ্টেম্বর) গাড়ী বোমা আর রকেট হামলায় ষোলজন নিহত হয়েছে। | 也门首都萨那的美国大使馆于9月17日遭汽车炸弹与火箭攻击,16人死亡,有位博客当时身处案发现场几分程路程之遥。 |
3 | একজন ব্লগার বিষ্ফোরণ এলাকা থেকে একটু দূরে ছিলেন। | 旅居土耳其的美国博客Carpetblogger正在也门旅行: |
4 | কার্পেটব্লগার, একজন আমেরিকান যিনি তুরষ্কে থাকেন কিন্তু ইয়েমেনে ভ্রমন করছিলেন লিখেছেন: | |
5 | বুর্জ আল সালাম হোটেলের লবিতে বসে প্রায় একঘন্টা আগে আমরা দুটো বিষ্ফোরণ শুলাম, কিন্তু এটা নিয়ে কিছু ভাবিনি। এত কাছে এটা ঘটেছে যে জানালা একটু নড়ে উঠেছিল। | 一个小时前我坐在Burj al Salam饭店的大厅,听见爆炸声,但并没多想。 |
6 | প্রায় আধা ঘন্টা পর রিপোর্ট আসা শুরু করলো যে আমেরিকার দূতাবাস হামলার শিকার হয়েছে। বর্তমান ইয়েমেন টেলিভিশনের রিপোর্ট জানাচ্ছে যে প্রথমে একটা গাড়ী বোমা হামলার পর কিছু গোলাগুলি হয়েছে। | 爆炸地点在不远处,窗户都为之微微振动,约30分钟后,报导指美国大使馆受攻击,目前在也门电视台的新闻指出,攻击起先是引爆汽车炸弹,随后便是开火,据报已有伤者出现,报导认为此事为盖达组织所为,因为该组织在也门活动日益频繁,美国大使馆邻近Sheraton旅馆,不过报导已证实受攻击目标是大使馆,而非旅馆。 |
7 | অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। | 她在下一篇文章说: |
8 | এখন রিপোর্ট এই হামলার দায় আল কায়দাকে দিচ্ছে যারা এই দেশে ক্রমশ: তৎপর হয়ে উঠছে। আমেরিকার দুতাবাস শেরাটন হোটেলের কাছে অবস্থিত। | 当地报导表示,大使馆人员已搭乘直升机撤离,我刚看见头顶上有直升机飞过,拍了照片,但还没时间上传。 |
9 | রিপোর্ট নিশ্চিত করেছে যে দূতাবাসের বাড়ীটিতেই হামলা হয়েছে চত্বরে নয়। তার পরের রিপোর্ট জানাচ্ছে: | 在沙特阿拉伯的美国博客Stilettos in the Sand表示,她在攻击案后,已将也门从「旅游好去处」名单中删除: |
10 | স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে দূতাবাসের লোকজন হেলিকপ্টারের সাহায্যে খালি করা হচ্ছে। | 我们原本短期内并没有考虑前往也门,但是…这则新闻让我肯定绝不会将也门列为度假去处。 |
11 | আমি এখুনি একটি হেলিকপ্টার ওইদিকে যেতে দেখলাম। ছবি তুলেছি, তবে লোড করার সময় নেই। | 西方人今年已不是第一次成为攻击目标,再读到Gulfnews的这篇报导,我只觉得最好考虑去其他比较欢迎我们的国家度假。 |
12 | সৌদি আরব থেকে আমেরিকান ব্লগার স্টিলেটোস ইন দ্যা স্যান্ড ইয়েমেনকে একটা ভালো অবকাশযাপনকেন্দ্র হিসাবে নাকচ করে দিয়েছে ‘এই হামলার পর'। সে লিখেছে: | Armies of Liberation博客的Jane Novak有更多关于攻击事件的消息在此: |
13 | এমন না যে নিকট ভবিষ্যৎে আমরা ইয়েমেনে যাওয়ার চিন্তা করছিলাম, কিন্তু… এর মানে হলো যে নিশ্চিতভাবে আমরা ইয়েমেনকে অবকাশযাপনের স্থল হিসাবে বিবেচনা করব না কখনো। এই বছর এটা প্রথমবার না যে পশ্চিমাদেরকে লক্ষ্য করা হয়েছে। | 值得注意的是,也门是宾拉登(Osama bin Laden)的故乡,美国大使馆过去也曾受攻击。[ …] |
14 | আর গালফনিউজে এই আর্টিকেল পরার পর, আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে যদি আমরা অন্য আমন্ত্রনকারী দেশের কথা ভাবি ছোট ছুটি কাটানোর জন্য। | 我们上个月听到也门伊斯兰圣战组织的消息,该组织宣称犯下在Hadramout的自杀汽车炸弹事件,并扬言将在首都发动攻击。 |
15 | আর্মিস অফ লিবারেশনে লেখিকা জেন নোভাক এই হামলা নিয়ে এখানে আরো রিপোর্ট দিয়েছেন। | Novak在博客里时常发表也门消息,也列出该国过去的自杀汽车炸弹攻击史: |
16 | তিনি যোগ করেছেন: | 2006年9月,Marib与Hadramout地区的石油业设施同时多处遭攻击。 |
17 | গত মাসে শেষবারের মতো আমরা ইয়েমিনি ইসলামী জিহাদের কাছ থেকে এমন শুনেছিলাম যখন তারা হাদ্রামাউতে একটা আত্মঘাতী গাড়ী বোমা হামলার দায় স্বীকার করেছিল, আর ভয় দেখিয়েছিল রাজধানীতে আরো হামলার। | |
18 | নোভাক, যিনি তার ব্লগে ইয়েমেন নিয়ে লেখেন, ওই দেশে পূর্বের আত্মঘাতী বোমা হামলার একটি তালিকা দিয়েছেন: | 2007年7月,Marib的观光设施发生汽车炸弹攻击,8名西班牙旅客丧生。 |
19 | ২০০৭ এর জুলাই মাসে মারিবের পর্যটন কেন্দ্রে গাড়ী বোমা হামলায় ৮জন স্প্যানিশ পর্যটকের মৃত্যু | 2008年7月,Sayoun Hadrmaout警察局发生汽车炸弹攻击,1死18伤。 |
20 | ২০০৮ এর জুলাই মাসে সায়ুন হাদ্রামাউতে একটা পুলিশ স্টেশনে গাড়ী বোমা হামলা ১ জন নিহত আর ১৮ জন আহত। ২০০৮ এর প্রথম দিকে সানাতে মর্টার হামলা করা হয়েছিল পশ্চিমী লক্ষ্যের দিকে যার মধ্যে ছিল আমেরিকার দূতাবাস, ইটালীর দূতাবাস আর একটি পশ্চিমী হাউজিং কমপ্লেক্স। | 2008年,首都萨那的美国大使馆、意大利大使馆与西方人居民为多的住宅大楼先后遭迫击炮攻击,上述的警察局攻击事件后,政府逮捕超过50名武装份子嫌犯,包括AAIA组织领导人Khalid Abdul Nabi及Saudi Muhammad bin Nayif al-Qahtani,政府并宣称已避免沙特阿拉伯石油业遭受攻击。 |
21 | হাদ্রামাউতের দক্ষিনের রাজ্য সায়ুনে জুলাই ২০০৮ এর আত্মঘাতী বোমা হামলা যাতে ১ জন পুলিশ নিহত আর ১৮ জন আহত হয়েছিল তার পর থেকে, কর্তৃপক্ষ প্রায় ৫০ জন সন্দেহভাজন জঙ্গিবাদীকে গ্রেপ্তার করেছে যার মধ্যে আছে এএআইএ নেতা খালিদ আব্দুল নাবি আর সাউদি মোহাম্মাদ বিন নায়িফ আল কাহতানি। | |
22 | গ্রেপ্তারের পর, ইয়েমেন ঘোষণা করেছিল যে সৌদি আরবের তৈল স্থাপনার উপর একটা হামলা তারা নষ্ট করেছে। | 更多关于盖达组织在也门的历史与分析,请见博客里的盖达组织分类。 |
23 | ইয়েমে আল কায়দার ইতিহাস আর পর্যালোচনার জন্য, আমার আল কায়দা ক্যাটেগরি দেখেন। | 校对:Portnoy |