Sentence alignment for gv-ben-20110907-19789.xml (html) - gv-zhs-20110905-9759.xml (html)

#benzhs
1মায়ানমারঃ ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র缅甸:互动式监狱地图
2মায়ানমারের একটি ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র তৈরি করা হয়েছে ‘ বার্মার ভিডিও সাংবাদিকদের মুক্ত কর নামক প্রচারণায় সাহায্য করার জন্য।
3এই মানচিত্র মায়ানমারের ৪৩টি কারাগারের অবস্থান চিহ্নিত করে এবং এদের সর্ম্পকে বিস্তারিত বর্ণনা প্রদান করে। বার্মাতে ৪৩ টি কারাগার এবং প্রায় ১০০-এর মত শ্রম শিবির রয়েছে।網絡上出现一份关于缅甸的互动式监狱地图,以支持“解放缅甸”组织的摄影记者行动,地图里标示缅甸国内43座监狱的位置与简介:
4এই সমস্ত জেলের পরিবেশ খুবই জঘন্য- এখানকার বন্দীরা নিয়মিতভাবে কর্মকর্তাদের হাতে শারীরিক এবং মানসিক ভাবে নিগৃহীত হয়। এখানে ওষুধ দুষ্প্রাপ্য এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার বিষয়টি অতি এক সাধারণ ঘটনা।缅甸国内有43所监狱、上百个劳动营,狱中环境极差,囚犯时常遭到生理及心理虐待,医药相当匮乏,人满为患问题很常见;多数政治犯都关在仰光地区的Insein监狱,但也有不少人遭送往距家人数百哩之遥的偏远监狱,面对极端气候与疟疾威胁。
5বেশিরভাগ রাজনৈতিক বন্দীদের রেঙ্গুনের ইনসেন নামক কারাগারে রাখা হয়েছে।缅甸监狱互动地图
6যদিও তাদের অনেককে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে শত শত মাইল দূরে দুর্গম এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা বৈরী পরিবেশ এবং ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য হয় ।
7মায়ানমারের কারা মানচিত্র缅甸重大政治犯大多囚禁在Insein监狱中:
8ইনসেন কুখ্যাতি অর্জন করেছে মায়ানমারের প্রখ্যাত সব রাজনৈতিক বন্দীদের কারণে, যাদের মুলত এই কারাগারে রাখা হয়। ইনসেন নামক কারাগারকে বার্মার “সবচেয়ে অন্ধকার অংশ” হিসেবে চিহ্নিত করা হয়।Insein监狱位于缅甸中南部,又称为“缅甸的黑洞”,狱囚总人数介于九千至一万,其中逾300人为政治犯,只有三名医师,管制极为森严,民主领袖翁山苏姬(Aung San Suu Kyi)亦曾监禁于此。
9এটি বার্মার নীচের অংশের (দক্ষিণে) রেঙ্গুন জেলায় অবস্থিত।Insein监狱位址
10এখানে প্রায় ৯০০০ থেকে ১০,০০০ বন্দী রয়েছে, যার মধ্যে ৩০০ জন রাজবন্দী। আর এতজন বন্দির জন্য মাত্র ৩ জন ডাক্তার রয়েছে।身陷Insein监狱的300名政治犯纵然犯行轻微,刑期却很长:
11এটা বার্মার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটা কারাগার, যেখানে অং সান সুকিকে বন্দী করে রাখা হয়েছিল।
12ইনসেন নামক কারাগার
13ইনসেন কারাগারে যে ৩০০ রাজনৈতিক বন্দী আছে , সামান্য রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের অনেক দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড প্রদান করা হয়েছে।
14এখানে রাজনৈতিক কারাবন্দীদের মধ্যে ২২৫ জন বৌদ্ধ সন্ন্যাসী, ১১ জন সংসদ সদস্য, ১২ জন আইনজীবী, ৮ জন ডাক্তার, ১৫৭ জন নারী এবং প্রায় ৩০ জনের মত প্রচার মাধ্যম কর্মী রয়েছে।
15বার্মায় ১৪ বছরের মত অল্প বয়স্কদের যেমন কারাদণ্ড প্রদান করা হয়, তেমনি প্রচারপত্র বিলি করার মত সামান্য অপরাধেও কারাদণ্ড প্রদান করা হয়।
16ভয়াবহ এক ষড়যন্ত্রের অভিযোগে শান স্টেটস পিস কাউন্সিলের চেয়ারম্যান সো তেনকে ১০৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এই ওয়েবে সাইটে একই সাথে প্রাক্তন রাজবন্দীদের সাক্ষ্য রয়েছে, যারা অত্যন্ত সাহসের সাথে তাদের কারা জীবনের অভিজ্ঞতা জানিয়েছে করেছে।这些政治犯包括225名僧侣、11名国会议员、12名律师、8名医师、157名女性、近30位媒体从业人员,缅甸遭判刑的人犯年纪最少仅14岁,且犯行也可能只是散发传单等小事,掸邦和平委员会主席Hso Ten将军因为重大判国罪,刑期共106年。
17ওআই মোয়ে ছিলেন এমন একজন বন্দী, যার উপর অত্যাচার করা হয়েছে। একবার আমার পায়ে লোহার শিকল পড়িয়ে দেওয়া, এবং তারা সাত মাস পর্যন্ত তা আর খুলেনি।网站亦包括多位前政治犯的证词,他们勇敢说出在狱中的经验,例如Wai Moe曾遭虐待:
18এই শিকলের ওজন ছিল প্রায় ১০ কিলো, আর তা আমার শরীরে একটা অংশে পরিণত হয়েছিল। অন্য সময়ে অনেককে কারাকক্ষের যে লোহার দরজা তা দিনে চার ঘণ্টা ধরে সাফ করতে হত।我曾经连续七个月都戴着脚镣,重量超过10公斤,后来已成为我身体的一部分;有时我们得用衣服清洁狱笼的铁柱,一天四小时,早上 八点至十点,下午两点至四点,这是生理与心理虐待,毫无来由,但假若拒绝接受,就会遭到殴打。
19সকাল ৮-১০ টা এবং দুপুর ২-৪ টা পর্যন্ত তা সাফ করতে হত। এটা ছিল শারীরিক এবং মানসিক অত্যাচার।另一项惩罚则是用塑胶袋抓蚊子,若抓不到,他们就会动手,或 是让你拷上脚镣。
20কিন্তু যদি আপনি তা করতে অস্বীকার করেন, তাহলে আপনাকে প্রহার করা হবে। এখানে আরেকটি শাস্তি হল প্লাস্টিকের ব্যাগে করে মাছি ধরা, যদি আপনি তা ধরতে ব্যার্থ হন, তাহলে তারা আপনাকে প্রহার করবে এবং শিকলে বেঁধে রাখবে।“缅甸民主之声”目前共有17名摄影记者入狱,其中一位名叫Hla Hla Win,她因为骑乘未经登记的摩托车,依据进出口法判刑,但刑期后来却延长至20年:
21ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা (ডিভিবি) নামক সংগঠনের ১৭ জন ভিডিও সাংবাদিক কারাগারে বন্দী।
22সম্প্রতিহ্লা হ্লা উইন নামের এক ভিডিও সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। আমদানী/রপ্তানী আইনের মাধ্যমে তাকে আটক করা হয়, কারণ ভদ্রমহিলা যে মোটর সাইকেল ব্যবহার করছিল তার কোন নিবন্ধন ছিল না।在七年刑期的第一周,她就遭到审讯,后来坦承自己是摄影记者;2009年12月20日,她因为违反电子法,刑期延长至20年,该法禁止民众自網絡上传或下载资讯,认为此举危害军政府安全,政府常藉此囚禁摄影记者,她另遭判处20年有期徒刑,且过程中没有辩护律师。
23এদিকে তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়েছে।为她争取自由的抗议活动预计本周在缅甸驻曼谷大使馆前举行。
24প্রথমে তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়, এই দণ্ডের শুরুর প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাক্রমে সে স্বীকার করে নেয় যে সে ডিভিএ-এর এক সাংবাদিক।
25২০ ডিসেম্বর ২০০৯-এ ইলেকট্রনিক্স আইনে তার শাস্তির মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়।Email
26এই আইনের মাধ্যমে দেশটির সামরিক সরকারের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষতিকর বিবেচনা করা হয় ইন্টারনেট থেকে এমন ডাটা উঠানো (আপলোড) বা নেট থেকে (ডাউনলোড) করা নিষিদ্ধ।
27প্রায়শই ভিডিও সাংবাদিকদের বন্দী করার জন্য শাসকেরা এই আইন ব্যবহার করে।作者Mong Palatino
28তাকে আরো ২০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে কোন আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হয়নি।译者Leonard
29এক বিক্ষোভ কর্মসূচি যা আগামী সপ্তাহে থাইল্যান্ডের বার্মিজ দূতাবাসের সমানে অনুষ্ঠিত হবে, সেখানে তার মুক্তির দাবী জানানো হবে।