# | ben | ita |
---|
1 | কলম্বিয়াঃ প্রথম জাতীয় স্থানত্যাগ প্রস্তুতি কার্যক্রম | Colombia: prima simulazione di evacuazione nazionale |
2 | ৫ অক্টোবর সকালে কলম্বিয়ায় প্রথম জাতীয় স্থানত্যাগ প্রস্তুতি অনুশীলন নামক কর্মকাণ্ড পরিচালনা করা হয় [স্প্যানিশ ভাষায়]। | Nella mattinata del 5 ottobre, è stata portata a termine in Colombia una simulazione di evacuazione nazionale [es, come gli altri link], alla quale hanno partecipato 14 città. |
3 | কোন জরুরি প্রয়োজনে (যেমন ভূমিকম্পে) উদ্বাসনের প্রস্তুতি গ্রহণ করা এবং বাস্তবিক জরুরী অবস্থায় নাগরিকরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সম্বন্ধে ধারনা দেওয়া ছিল এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। | Lo scopo era simulare un'emergenza (un terremoto) e informare riguardo ai comportamenti da assumere qualora si verificasse un evento del genere. |
4 | যারা এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল, তারা সকল কলম্বিয়ান নাগরিককে এই অনুশীলনে অংশ নেবার আহ্বান জানান জন্য প্রচার মাধ্যম এবং ওয়েবসাইট-[স্প্যানিশ ভাষায়] এর দিকে ঝুঁকে পড়ে। জাতীয় সরকার এই অনুষ্ঠান শুরু সময় নির্ধারন করে সকাল ১১. | Gli organizzatori della simulazione, programmata dal governo per le 11 del mattino, hanno utilizzato i media tradizionali e anche un'apposita pagina web sul sito del FOPAE [Fondo de Prevención y Atención de Emergencias, definisce e integra le misure da adottare per far fronte a situazioni di rischio, siano esse naturali o accidentalmente dovute all'opera umana] per invitare i colombiani a prendere parte all'iniziativa. |
5 | ০০ টায়। শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু বেসরকারি কোম্পানী এই অনুশীলনে অংশ নিতে রাজী হয়, যা ছিল প্রথমবারের মত জাতীয় পর্যায়ের এক অনুশীলন, তবে রাজধানী বোগোটায় এই নিয়ে তৃতীয়বারের মত এই ধরনের অনুশীলন অনুষ্ঠিত হল [স্প্যানিশ ভাষায়]। | In questo modo, organismi statali, istituzioni scolastiche e alcune imprese private hanno accettato di partecipare alla prima simulazione a livello nazionale e terza nella capitale Bogotá. |
6 | এই কার্যক্রমের নিজস্ব ওয়েবসাইট একটি লেখা প্রকাশ করেছে: | Nella pagina ufficiale dell'evento si legge: |
7 | বোগোটা এবং দেশের সব জায়গায় স্থানত্যাগ প্রস্তুতি নামক অনুশীলন করার অনুমতি প্রদান করা হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবেলা ও প্রস্ততি গ্রহণের ক্ষেত্রে দেশটি যেন দেশটি ল্যাটিন আমেরিকায় নেতৃত্ব প্রদান করতে পারে, তার জন্য এই আয়োজন। | La simulazione dell'evacuazione ha fatto sì che Bogotá e la Colombia siano considerate leader in tutta l'America Latina nel tema della prevenzione e della preparazione per affrontare le emergenze. |
8 | এই বছর, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মনোযোগ প্রদান করা হয়েছে, যার ফলে পুরো শহরে, সরকারী এবং বেসরকারি পর্যায়ে ২১৪ টি প্রতিষ্ঠান এই অনুশীলনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করে। | Quest'anno si è prestata una particolare attenzione al settore educativo e 214 istituzioni scolastiche di tutta la città, sia private che pubbliche, hanno già confermato la loro presenza. |
9 | জাতীয় স্থানত্যাগ কার্যক্রম এর লোগো | Logo ufficiale del Simulacro Nacional de Evacuación |
10 | সামাজিক প্রচার মাধ্যম তাদের কাজ করেছে এবং লোকজন খানিকটা হাস্যরসের মাধ্যমে এই বিষয়ে কথা বলেছে। অনেকে এর মধ্যে অনেকে এর মধ্যে রাজনীতিকে যুক্ত করেছে। | I social network hanno fatto la loro parte e la gente ha parlato dell'evento in modo abbastanza umoristico - mentre qualcuno non ha mancato di sottolinearne le sfumature politiche. |
11 | কার্লোস হেরনানেজ (@ক্রেসিয়নহুমানা) বলেছেন যে, এটা হচ্ছে জনতার মাঝে এক কুয়াশা সৃষ্টি করা, যাতে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মাঝে যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তা নিয়ে যেন নাগরিকরা কোন আলোচনা না করে। | Carlos Hernánez (@creacionhumana), scrive che tutta questa storia è una cortina di fumo per evitare di discutere sull'approvazione del Tratado de Libre Comercio [o TLC: accordo bilaterale tra Stati Uniti e Colombia sul libero scambio, volto all'eliminazione di dazi e altri tipi di barriere nel commercio di beni e servizi]. |
12 | এই #অনুশীলন এ কারণে করা হচ্ছে, যাতে আমাদের মনোযোগ মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিসি থেকে সরে যায়? | La storia della simulazione non sarà stata messa a punto per distrarci dall'approvazione del TLC? |
13 | মাল_ নাসিদা (@জেলিজমন) এই পরিস্থিতির সুযোগ নিয়েছেন এবং জরুরী পরিস্থিতিতে যে স্বাস্থ্য ব্যবস্থার ক্রুটি নিয়ে কথা বলেছেন: | Mal_nacida (@JelizMon) ne approfitta e denuncia i disservizi nel Pronto Soccorso del sistema sanitario colombiano: |
14 | এর চেয়ে আমার এক ভালো অনুশীলন এবং হাসপাতালের জরুরী বিভাগগুলোর প্রতি আরো বেশী মনোযোগ প্রদান করি না কেন। #সাইমুলেশন | Non sarebbe meglio fare una simulazione di come si dovrebbe essere assistiti nel PRONTO SOCCORSO degli ospedali? |
15 | এছাড়াও, টুইটার ব্যবহারকারী যেমন মারিসোল গুতিয়ারেজ (@মারিওসোলগা) এই কার্যক্রমের উপর আলোকপাত করেছে। | Tuttavia, utenti come Marisol Gutierrez (@marysolga) scrivono in tono molto umoristico: |
16 | আমি কথা বললাম, আমি হাসলাম, আমি হেঁটে গেলাম, আমি আমার দলটির দেখাশোনা করলাম, বললাম যে আমি উপস্থিত ছিলাম এবং তারপর কাজে গেলাম, আর এটাই ছিল #সাইমুলেশন (স্থানত্যাগ অনুশীলন)। | ho chiacchierato, riso, camminato; quando trovai il gruppo di cui facevo parte, firmai la presenza e tornai al lavoro. Questa è stata la simulazione. |
17 | হাহা (হাসি), সত্যিকারে ভূমিকম্প কি এত মজার? | Ahah. In un terremoto vero ci si divertirà in questo modo? |
18 | নানা ধরনের মন্তব্যে এই বিষয়টি প্রদর্শিত হচ্ছে যে, এই অনুশীলনের মূল যে উদ্দেশ্য ছিল, তা অর্জিত হয়নি। | Non mancano varie opinioni di chi pensa che l'obiettivo della giornata non sia stato raggiunto. |
19 | হোসে ডেভিড হিডেলগো (@জোসেডাভিডালজো) লিখেছে : | José David Hidalgo (@josedavidalejo) scrive: |
20 | #সাইমুলেশন (অনুশীলন), আমি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করি সেখানে আসলে তা বাজে ভাবে করা হয়েছে :/ | La simulazione nella mia scuola è andata davvero maleee :/ |
21 | জিওভান্না ভ্যালেন্সিয়া (@জিভ্যানেলা) নির্দেশ করেছ যে বাস্তব পরিস্থিতিতে কেউ এত শান্ত থাকতে পারে না: | Geovanna Valencia (@Geovannella) pensa che davanti a una vera emergenza nessuno mantiene la calma: |
22 | #সাইমুলেশন, এ ধরনের অনুশীলন হচ্ছে স্রেফ সময় নষ্ট করা, যে সময় খুব জরুরী পরিস্থিতির সৃষ্টি হয়, সে সময় কেউ শান্ত থাকতে পারে না। | La simulazione è stata una perdita di tempo. Quando si verifica un'emergenza NESSUNO pensa, nè mantiene la calma! |
23 | সবশেষে, সেবাস্টিয়ান আলভারেজ (@সেবাসাআলভারেজ৬)-এর মত কারো কারো চোখে, কোন ধরনের অনুশীলন কার্যক্রম পরিচালিত হবার দৃশ্য ধরা পড়েনি: | Addirittura alcuni, come Sebastián Álvarez (@SebasAlvarez6), neanche se ne sono accorti: |
24 | এমনকি, আমি উপলদ্ধি করতে পারিনি যে এই ধরনের কোন অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে ! | Io non mi sono neanche accorto della simulazione! |
25 | #সাইমুলকারো নামক হ্যাশট্যাগের মাধ্যমে এই অনুশীলনের বিষয়ে আরো প্রতিক্রিয়া জানতে পারবেন। | Per leggere ulteriori reazioni, si può seguire l'hashtag Twitter #simulacro. |