# | ben | ita |
---|
1 | আর্জেন্টিনা: “আমি বিদ্যালয় নয়, শিক্ষায় বিশ্বাস করি” | Argentina: “Non ho fiducia nel sistema scolastico ma nell'istruzione” |
2 | এডুকেশন ভিভা (লাইভ শিক্ষা) প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাদের প্রথম ভিডিও “আমি বিদ্যালয় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি শিক্ষায়” মুক্তি দিয়েছে। | Educación Viva [es] ha realizzato un provocatorio video sul sistema educativo tradizionale intitolato Non ho fiducia nel sistema scolastico ma nell'istruzione. |
3 | সাবটাইটেল করা ভিডিওটিতে ২০ জনের বেশি পুরুষ এবং নারী সশব্দে শিক্ষাব্যবস্থা এবং এর সাথে তারা শিক্ষা বলতে কী বিশ্বাস করেন তার পার্থক্য বুঝিয়ে দিয়ে একটি কবিতা পড়েছেন। | Più di 20 uomini e donne recitano versi sulla differenza tra il sistema didattico tradizionale e ciò che loro considerano istruzione. |
4 | কী হয় যদি আমি আপনাকে বলি যে জানা মানে সব সময় বুঝতে পারা নয়? | Che cosa accade se ti dico che sapere non significa necessariamente comprendere? |
5 | যা খুবই গুরুত্বপূর্ণ তা হলো জ্ঞান, কিন্তু শুধু তথ্য হজম করে আমরা আরো মূর্খ হয়ে যাই। | La conoscenza è importante, ma soltanto assorbire informazioni non ti rende meno ignorante. |
6 | বুঝা মানে তার মধ্যে বসবাস এবং অভিজ্ঞতা অর্জন করা। | Comprendere è aver vissuto e sperimentato. |
7 | জানা মানে এটা শুধু জমা করতে পারা। | Sapere è soltanto essere capace di accumulare. |
8 | শিক্ষা আমাদেরকে বিকশিত এবং উন্নত হতে দেয়, বিদ্যালয় শুধু পরীক্ষা পাস করায় আর দাসত্বের স্নাতকত্ব দেয়। | L'istruzione ti fa crescere e progredire,a scuola superi esami e sei promosso come uno schiavo. |
9 | তাদের প্রচারণার মাধ্যমে তারা আরও বেশী মানুষের কাছ থেকে তাদের কবিতাটির ভিডিও প্রত্যুত্তর পেতে চেষ্টা করছেন। | Con questa iniziativa invitano altre persone ad inviare un video di risposta alla poesia [pdf - es]. |
10 | কবিতাটি পরিষ্কারভাবে বুঝার এবং তারা তাদেরকে ভিডিওগুলিতে ক্রিয়েটিভ কমন্সে মুক্তি পাওয়া একই সঙ্গীতটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। | I versi devono essere semplici, facilmente comprensibili e si suggerisce di utilizzare la stessa musica già usata (con licenza Creative Commons). |
11 | ভিডিওটির দ্বিতীয় একটি অংশ ভবিষ্যতে মুক্তি পাবে। | In un prossimo futuro verrà realizzata una seconda parte del video. |