# | ben | ita |
---|
1 | ইকুয়েডর: “ক্লিন কুইটো” নামক প্রচারণা চুইংগামের বিরুদ্ধে লড়ছে | Ecuador: campagna “Quito pulita” contro le gomme da masticare |
2 | ঐতিহাসিক কুইটো শহরের মূল কেন্দ্র। | Centro storico di Quito. |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী নেলসন পিয়েড্রার। এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-ননডিরাইভস ২. | Immagine dall'utente Flickr Nelson Piedra utilizzata con licenza Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic Creative Commons |
4 | ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Avete mai pensato quanto costa a un comune rimuovere le gomme da masticare attaccate ai marciapiedi? |
5 | আপনি কি কখনো ভেবেছেন যে কোন এক ফুটপাতে পড়ে থাকা চুইংগাম অপসারণ করতে একটি পৌরসভার কত টাকা ব্যয় হয়? | |
6 | বিশেষ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, চুইংগাম মাটিতে ফেলার অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এ রকম রাস্তা পরিষ্কার করার জন্য পৌরসভার হাজার হাজার ডলার ব্যয় হয়। | |
7 | কুইটোর পৌর কর্তৃপক্ষ এবং বেশ কিছু স্কুল মিলে এক প্রচারণা শুরু করেছে, যা রাস্তার উপর থেকে চুইংগাম অপসারণের কাজ করে করবে এবং দেশের রাজধানী শহরকে পরিষ্কার রাখবে। | Per combattere l'abitudine di gettare per terra le gomme da masticare sono utilizzate tecnologie speciali e vengono spese migliaia di dollari per la pulizia delle strade. |
8 | এই প্রচারণার নাম কুইটোকে পরিষ্কার করা [কুইটো লিম্পিসিটো] । আশা করা যায় এর মাধ্যমে ২৩০,০০০ [স্প্যানিশ ভাষায়] টুকরা চুইংগাম শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকা থেকে সরিয়ে ফেলে হবে। | A Quito [it], l'amministrazione comunale e numerose scuole hanno lanciato una campagna che ha l'obiettivo di rimuovere le gomme da terra e rendere la capitale dell'Ecuador più pulita. |
9 | এটি প্যাট্রিমনিও সানো [ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বাস্থ্যকর পৃথিবীর ] [স্প্যানিশ ভাষায়] প্রকল্পের একটি অংশ হিসেবে কুইটোকে রক্ষার জন্য করা হচ্ছে। ইউনেস্কো ,পোল্যান্ডের কারওয়াক এবং কুইটো শহরকে বিশ্বের প্রথম বিশ্ব ঐতিহ্যের এক শহর হিসেবে ঘোষণা দিয়েছে। | La campagna “Quito Limpiecito” [Quito pulita] prevede di rimuovere 230.000 [es, come tutti gli altri link eccetto ove segnalato] pezzi di gomma da masticare sparsi nel centro storico della città, come parte del progetto Patrimonio Sano che cerca di proteggere la prima città dichiarata Patrimonio Mondiale dell'Umanità da parte dell'UNESCO [it], insieme alla polacca Cracovia [it]. |
10 | চুইংগামের উপর এক গামশুমারির [স্প্যানিশ ভাষায়] আয়োজন করা হয় এবং শত শত ছাত্র রাস্তায় যেখানে চুইংগাম ফেলে রাখা হয়েছিল, সে জায়গাগুলো চিহ্নিত করে। | Centinaia di studenti hanno effettuato un “censimento” delle gomme da masticare buttate per le strade cerchiandole con un segno di gessetto. |
11 | তারা খড়ি মাটি বা চক দিয়ে চুইংগামের চারপাশে একটা বৃত্ত আঁকে। | Ecco alcune sorprendenti cifre: |
12 | প্রাপ্ত শুমারির বিষয়ে প্রাপ্ত বিস্ময়কর কিছু পরিসংখ্যান [স্প্যানিশ ভাষায়] হচ্ছে: | 800 studenti provenienti da 40 scuole hanno individuato gomme da masticare in numerosi luoghi del centro storico. |
13 | ৪০ টি স্কুলের ৮০০ ছাত্র এই ঐতিহাসিক কেন্দ্রের বেশ কয়েকটি এলাকার কোথায় কোথায় চুইংগাম রয়েছে সে সব জায়গা চিহ্নিত করে। | |
14 | প্রত্যেকটি চুইংগাম অপসারণ করতে ১০ সেকেন্ড সময় লেগেছে। | Per la rimozione di una gomma ci vogliono 10 secondi. |
15 | উপশহর এলাকার সান্তো ডোমিঙ্গো প্লাজার চারপাশের এলাকায় হাজার হাজার চুইংগাম ফেলা রাখা জায়গা চিহ্নিত করা হয়। | Migliaia di gomme segnate sul pavimento di Plaza de Santo Domingo, in centro, sono state rimosse con due idropulitrici che utilizzano acqua a 150 gradi. |
16 | এগুলোকে দুইটি হাউড্রোওয়াশার (রাস্তা বা ঘর পরিষ্কার করার বিশেষ যন্ত্র যেটিতে পানি ব্যবহার করা হয়) দিয়ে অপসারণ করা হয়। এর জন্য দুটি হাউড্রোওয়াশারের ১৫০ ডিগ্রী সেন্টিগ্রেড উত্তপ্ত পানি ব্যবহার করা হয়। | Il conteggio ha stabilito che in Plaza de Santo Domingo c'erano un totale di 47.042 chewing gum e in Plaza de la Independencia erano presenti tra i 10 e 15 pezzi di gomma per metro quadrato. |
17 | হিসেব করা দেখ হয় যে সান্তো ডোমিঙ্গো প্লাজায় মোট ৪৭,০৪২ টুকরা এবং ইনডিপেন্ডেন্ট প্লাজার প্রতি বর্গ মিটারে ১০ থেকে ১৫ টি চুইংগাম পাওয়া গেছে। | |
18 | প্রতিটি চুইংগামের দাম ৫ মার্কিন সেন্ট। | Il prezzo per un pezzo di gomma è di 5 centesimi. |
19 | ২০০৯ সালে প্রতি বর্গমিটার ফুটপাত, পাথর, এবং সিমেন্ট থেকে চুইংগাম অপসারণ করতে ১. ৯৬ মার্কিন ডলার খরচ পড়েছে। | Nel 2009, per la rimozione dal marciapiede, da pietre e cemento, il costo è stato di 1,96 dollari per metro quadrato. |
20 | সেন্ট্রো হিস্টোরিকো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে যে এমন এক প্রচারণা যেখানে তরুণ এবং প্রবীণরা একই সমানভাবে অংশ নিয়েছে। | Centro Histórico descrive questa campagna in cui giovani e anziani partecipano in ugual misura: |
21 | শহরের মূল কেন্দ্রের প্রশাসকরা এর জন্য পানি সরবরাহ করে এবং তাদের ভবনের বারান্দা থেকে জেরানিয়াম নামক ফুলের গাছ পরিষ্কার করে; তারা জানালা পরিষ্কার করে এবং আশেপাশের রাস্তা যেমন, চিলে, গুইয়াকুইল থেকে পড়ে থাকা আবর্জনা তুলে নেয়। | Funzionari dell'Amministrazione del Centro hanno fornito l'acqua e hanno pulito i gerani dei balconi del proprio edificio; hanno pulito finestre e raccolto immondizia dalle strade circostanti: Chile, Guayaquil. |
22 | একই সাথে শহরের পৌর কর্তৃপক্ষ নিজস্বভাবে প্লাজা গ্রান্ড, আরজোবিশপাল প্যালেস এবং এর আশেপাশের রাস্তা নিজ দায়িত্বে পরিষ্কার করে। | Allo stesso modo, i funzionari del municipio hanno fatto la loro parte in Plaza Grande, a Palazzo Arzobispal e nelle vie circostanti. |
23 | এডগারেটসা (@এডগারেটসা১০) টুইটারে [স্প্যানিশ ভাষায়] এর কিছু চিত্র প্রদর্শন করছে: | Edgaretsa (@edgaretsa10) ha condiviso delle immagini su Twitter: |
24 | কুইটো পরিষ্কার অভিযানের সময় খোলা চত্বরে শিশুরা চুইংগামের পরিমাণ গণনা করছে। http://yfrog.com/2r19usdj (এইচটিটিপি://ওয়াইফ্রগ. কম/২আর১৯ইউএসডি) | Bambini contano i pezzi di gomma da masticare in piazza durante la campagna Quito Pulita http://yfrog.com/2r19usdj |
25 | এঞ্জেল সানচেজ (@এঞ্জেলসানচেজসি) এই প্রচারণার বিষয়ে পুনরায় টুইট করেছেন [স্প্যানিশ ভাষায়]: | Angel Sanchez (@AngelSanzC)ha scritto su Twitter di questa campagna: |
26 | আরটি@রিভিস্তাভিস্তাজো:#কুইটো লিম্পিসিটো। | RT @revistavistazo: #Quito Limpiecito. |
27 | ঐতিহাসিক শহরতলী থেকে ফুটপাতে আটকে থাকা ২০০,০০০ টুকরা চুইংগাম অপসারণের প্রচারণা চলছে!! দারুণ! | Campagna per rimuovere circa 200.000 pezzi di gomma da masticare rimasti attaccati sulle strade del Centro Storico | | meraviglioso! |
28 | নীচের ভিডিওটি প্রদর্শন করছে “ইটো লিম্পিহসিহিটোহ” শহরটিকে পরিষ্কার রাখার উদ্যোগ, যা এক অগ্রগামী এক চিন্তা, এটি তরুণ এবং প্রবীণদের শুভ কামনা জানায় এবং উভয়কে একত্রিত করে। | Come mostra il seguente video, “Quito limpiecito” è un'iniziativa di pulizia della città che propone idee e desideri e unisce giovani e anziani. |