# | ben | ita |
---|
1 | বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: জলবায়ু সচেতনতার জন্যে সাইকেলে ৫ হাজার মাইল | Bangladesh, USA: 5.000 miglia in bicicletta per informare sul cambiamento climatico |
2 | সরাসরি হুমকির সম্মুখীন না হলেও অনেক মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের ধারণা ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। | La questione del cambiamento climatico è di interesse crescente anche per le popolazioni non direttamente minacciate. |
3 | তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিধ্বংসী ফলাফল নিয়ে বাংলাদেশের জনগণের আশংকা বেড়েই চলছে। | In particolare, la popolazione del Bangladesh si sta allertando sempre di più di fronte alle potenziali conseguenze devastanti derivanti dall'innalzamento del livello dei mari e dal cambiamento climatico. |
4 | মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস্টিক-ভিত্তিক পণ্যের বৃহত্তম ভোক্তা এবং বোতলজাত পানির বৃহত্তম বাজার। | Negli USA si registra il più alto consumo di prodotti di plastica e il più vasto mercato di consumatori di acqua in bottiglia. |
5 | প্রতি বছর মার্কিনীরা অন্ততঃ ২ কোটি ৮০লক্ষ টন প্লাস্টিক বর্জ্য নিক্ষেপ করে। | Ogni anno, gli americani gettano circa 28 milioni di tonnellate di rifiuti di plastica [en]. |
6 | বাংলাদেশের দুজন এক্টিভিস্ট মুনতাসির মামুন এবং মোহাম্মদ আশরাফুজ্জামান ঊজ্জ্বল তাদের চলার পথে সংগৃহীত প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পরিমাপ করার জন্যে একটি টমটম সাইকেলে করে সিয়াটল থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ৫,০০০ মাইল ভ্রমণ করছেন। | Quest'estate due attivisti dal Bangladesh, Muntasir Mamun e Mohammad Ashrafuzzaman Ujjal [en], percorreranno un tragitto di 5000 miglia (da Seattle a New York) a bordo di un tandem; durante il loro percorso, raccoglieranno e calcoleranno la quantità di plastica e altri rifiuti trovati per strada. |
7 | মার্কিন যুক্তরাষ্ট্রে টমটম সাইকেলসহ আশরাফুজ্জামান ঊজ্জ্বল এবং মুনতাসির মামুন। | Ashrafuzzaman Ujjal e Muntasir Mamun negli USA con il loro tandem. |
8 | ছবির সৌজন্যে ট্র্যাশম্যানিয়াক (বর্জ্যপাগল). | Immagine concessa da Trashmaniac.com |
9 | কম নির্মাণ ব্লগে রায়হান রশিদ তাদেরকে এবং তাদের প্রচেষ্টাকে পরিচয় করিয়ে দিয়েছেন: | Rayhan Rashid presenta i due attivisti [bn] e racconta la loro impresa sul Nirmaan Blog: |
10 | জলবায়ু পরিবর্তনজনিত সংকটের দেশ বাংলাদেশের দুই তরুণ মুনতাসির মামুন এবং আশরাফুজ্জামান উজ্জ্বল। | Il Bangladesh è una nazione minata dai rischi del cambiamento climatico. |
11 | ওরা সুদূর আমেরিকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সাইকেলে ছুটে চলেছে। পথের মধ্যে যেখানেই পাচ্ছে ওরা খুঁজে নিচ্ছে এবং মোবাইল ফোনে রেকর্ডভুক্ত করছে ফেলে দেয়া বোতল থেকে শুরু করে পানীয়ের ছুঁড়ে দেয়া ক্যান আর এ জাতীয় যাবতীয় আবর্জনা। | Due giovani provenienti da questa nazione asiatica stanno pedalando su un tandem da un capo all'altro degli USA, raccogliendo rifiuti come bottiglie vuote e lattine sul loro percorso e registrando i dati sui loro cellulari. |
12 | প্রখর রোদে মরুভূমির বুক চিরে পথ অতিক্রমণের কষ্ট, যাত্রাপথের অর্থকষ্ট, আহারের কষ্ট, পানীয়ের কষ্ট, আশ্রয়ের কষ্ট - এই সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওদের এই পথ চলার উদ্দেশ্য হল বঙ্গোপসাগরের তীরবর্তী এককালের এক সবুজ ব-দ্বীপের মানুষদের পক্ষ থেকে সহজ কিন্তু দৃঢ় একটি বার্তা বয়ে নিয়ে যাওয়া। | Stanno sopportando la fatica di pedalare attraverso i deserti, con pochi contanti, in costante preoccupazione per vitto e alloggio. Stanno avanzando con decisione, superando ogni ostacolo con l'obiettivo di comunicare un messaggio semplice, ma forte, a nome della popolazione che abita presso un delta verde vicino alla baia del Bengala. |
13 | http://www.trashmaniac.com/ | Foto da trashmaniac.com |
14 | জলবায়ু অবনতির জন্য উন্নত বিশ্বের যে দেশগুলোর কনজিউমারিজম এবং অপচয় দায়ী তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম, তাই সেই দেশের সাধারণ মানুষদেরই ওরা বেছে নিয়েছে এই গুরুত্বপূর্ণ বার্তাটির প্রাপক হিসেবে। | Il consumismo e gli sprechi delle nazioni sviluppate sono tra le ragioni principali alla base del cambiamento climatico, e gli USA appartengono alle nazioni responsabili. I due attivisti hanno scelto gli USA come destinatari del loro messaggio per renderli più consapevoli del fatto che lo stile di vita che conducono è causa di enormi sprechi. |
15 | যাতে তারা আরও সচেতন হতে পারেন নিজেদের জীবনযাপনে অপচয়গুলোর ব্যাপারে, এবং সেইসাথে অনুধাবন করতে পারেন পৃথিবীর এক প্রান্তের মানুষের চিন্তাহীন অপচয়ী জীবনধারার মূল্য পৃথিবীর অন্য প্রান্তের মানুষদেরও কখনো কখনো দিতে হয় জলবায়ুর অমোঘ এবং অন্ধ বিচারে। | Anche questi cittadini saranno in grado di realizzare come questo dispendioso stile di vita possa essere fatale dall'altra parte del mondo, soggetta agli effetti del cambiamento climatico. Questo pianeta era nostro, tutti hanno gli stessi diritti su di esso, e questo l'abbiamo dimenticato. |
16 | অথচ পৃথিবীটা ছিল আমাদের সবারই, এর ওপর অধিকার কারো থেকে কারও কম ছিল না কোনো অংশে! | Muntasir ha creato un'applicazione Android per contare il numero di resti di plastica visibili. |
17 | মুনতাসির দৃষ্টিসীমার মধ্যে থাকা প্লাস্টিক-ভিত্তিক আবর্জনার সংখ্যা গণনা করার জন্যে একটি অ্যান্ড্রয়েড ব্যবহারিক প্রযুক্তি (অ্যাপ)উদ্ভাবন করেছেন। | I dati sono continuamente caricati sul sito www.trashmaniac.com, dove si possono vedere gli sviluppi. Ashrafuzzaman Uzzal in bici, foto da Trashmaniac.com |
18 | এখানকার উপাত্তগুলো ট্র্যাশম্যানিয়াক(বর্জ্যপাগল). | Muntasir & Ujjal aggiornano anche il loro blog personale di viaggio (in bengali). |
19 | কম নামের একটি ওয়েবসাইটে অবিরত আপলোড হচ্ছে। | Di seguito alcune citazioni dal blog di Muntasir Mamun [bn]: |
20 | মানুষ সেখানে তাদের অগ্রগতি দেখতে পাচ্ছে। | Il progetto Trashmaniac sta andando a gonfie vele. |
21 | বাইকে আশরাফুজ্জামান উজ্জ্বল। ছবির সৌজন্যে বর্জ্যপাগল. | Le prime 87 miglia sono state percorse rapidamente, ma poi dopo le 12 faceva un po' caldo. |
22 | কম এছাড়াও মুনতাসির এবং উজ্জ্বল তাদের নিজস্ব ভ্রমণ ব্লগগুলো (বাংলায়) আপডেট করছেন। | Ci siamo riposati un po', ma dovevamo proseguire, dato che c'è ancora molta strada da fare. |
23 | মুনতাসির মামুনের ব্লগ থেকে এখানে কয়েকটি উদ্ধৃত করা হলো: | Indiana mi ricorda Pixito, il padre del mio collegio, che era originario di qui. |
24 | ট্র্যাশম্যানিয়াক রাইড চলছে ভালোই, দ্রুততম ৮৭ মাইল ছিলো এটা এবং দুপুর ১২. | Le strade sono semplici, aspettiamo che le temperature scendano così possiamo andare avanti per un altro giorno… Crawfords Valley, Indiana. |
25 | ০০ টার পর বেশ গরম পরেছিলো। | (6th of August, 2012 [bn]) |
26 | কিছুক্ষন অপেক্ষা করে আবারো এগিয়ে চলেছি যদিও আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। | In ogni momento, le strade dell'Illinois mi ricordano il Bangladesh. |
27 | ইন্ডিয়ানা আমার কলেজের ফাদার পিক্সিটো এর কথা মনে করিয়ে দিচ্ছে, তিনি এখানকারই ছিলেন। | Le mucche ai bordi della strada, le ombre degli alberi e le persone cordiali, tutto mi ricorda casa mia. |
28 | রাস্তা বেশ সমতল, অপেক্ষায় আছি গরম কমার, যেনো একদিনে আরো বেশী পথ পাড়ি দিতে পারি --- ক্রফোর্ডসভ্যালি, ইন্ডিয়ানা। | Voglio tornare a casa al più presto. …. Normal, Illinois. |
29 | (৬ই আগষ্ট, ২০১২) | (1. agosto 2012 [bn]) |
30 | ইলিনইস এর রাস্তাগুলো আমাকে প্রতিনিয়ত বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছে, রাস্তার ধারে দাড়িয়ে থাকা গরুগুলো, গাছের ছায়া এবং মানুষের বন্ধুত্বপূর্ণ আচরন সবই দেশকে মনে করানোর প্রচেষ্টায় রত। | Ospiti accoglienti, foto concessa da Muntasir Mamun Quando una signora cristiana e conservatrice prega per te con amore materno, non so se Dio abbia bisogno di altro per proteggere il nostro viaggio. |
31 | যত তাড়াতাড়ি সম্ভব দেশে যেতে চাই।-- নর্মাল, ইলিনইস (১লা আগষ্ট, ২০১২) | E poi non dimenticheremo mai i suoi sandwich e pancake per colazione. |
32 | ভিনদেশী আগন্তুক অতিথিদের জন্যে যত্নশীল পৃষ্ঠপোষক। | … Clinton, Illinois (29 July, 2012 [bn]) |
33 | ছবির সৌজন্যে মুনতাসির মামুন তিনি তার ব্লগ, ফেসবুক এবং ফ্লিকারে ছবি পোস্ট করছেন। | Muntasir sta anche pubblicando foto sul suo blog [bn], su Facebook e Flickr [en]. |
34 | বর্জ্যপাগল দল যা করছে সেটা মিনিট্যাব ব্লগের প্যাট্রিক রাংকেলকে অনুপ্রাণিত করেছে। | Patrick Runkel sul Minitab blog prende spunto da quanto sta facendo il team Trashmaniac. |
35 | তিনি স্বীকার করেছেন যে শুধু মুদি দ্রব্যের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার এড়িয়ে ছোট ঠোঙার পণ্য ব্যবহার করলেই বিশাল পরিবর্তন ঘটতে পারে। | Riconosce che semplici azioni come evitare l'utilizzo di buste di plastica e scegliere prodotti con uso minimo di materiale d'imballaggio possono fare davvero la differenza. |
36 | প্যাট্রিক লিখেছেন: | E sul suo blog scrive: |
37 | আমাদের শুধু সবাইকে একসঙ্গে নেবার মত একটি সাইকেল দরকার - প্রায় ৯০০ কোটি মানুষের জন্যে একটি। | Abbiamo solo bisogno di salire su una bici tutti insieme - una bici costruita per circa 9 bilioni di persone. |
38 | ফেসবুক, ইউটিউব এবং টুইটারে বর্জ্যপাগল দলটিকে অনুসরণ করুন। | Potete seguire il team Trashmaniac su Facebook, YouTube e Twitter. |