# | ben | ita |
---|
1 | ভেনেজুয়েলা: স্বর্গীয় মেষপালিকার উৎসব | Venezuela: la festa della ‘Divina Pastora’ vista da Internet |
2 | ১৪ জানুয়ারি তারিখে ভেনেজুয়েলার স্প্যানিশ বংশোদ্ভুত নাগরিকরা সেদেশে ডিভিনা পাস্টারা (স্বর্গীয় মেষপালিকা) নামক উৎসব উদযাপন করে থাকে। ডিভিনা পাস্টোরা বা স্বর্গীয় মেষপালিকা, মাতা মেরির আরেকটি নাম, যিনি যিশুখ্রিষ্টের মাতা। | Il 14 gennaio la tradizione cattolica di origine spagnola celebra in Venezuela la fasta della “Divina Pastora” [es, come i link successivi, eccetto ove diversamente indicato], uno dei nomi con cui ci si riferisce a Maria, madre di Gesù [it]. |
3 | দেশটির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত লারা প্রদেশের বারকুইসিমেতো নামক শহরের বেশির ভাগ এলাকায় এই উৎসব পালিত হয়। | Il momento più importante della festa ha luogo nella città di Barquisimeto [it], nello stato del Lara, nella zona nord ovest del Paese. |
4 | এই উৎসবের দিনগুলোতে ভেনেজুয়েলার ব্লগাররা, কি ভাবে এই ঐতিহ্যের কি ভাবে সূচনা হল সেই ঘটনা স্মরণ করে এবং অন্যদের জানায়। | In questi giorni molti blogger venezuelani hanno ricordato e condiviso le origini della tradizione e la storia che l'ha resa importante. |
5 | কি ভাবে এটি এদেশের সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন অনুষ্ঠানে রূপান্তরিত হল, তারা সেই কাহিনীও তুলে ধরে। একই সময়ে সামাজিক প্রচার মাধ্যম সাইট যেমন টুইটার এবং ফেসবুক এই উৎসবের ছবি এবং আর্শীবাদে ভরে যায়। | Allo stesso modo, ambiti come Twitter e Facebook si sono riempiti di fotografie e benedizioni per l'occasione, senza però riuscire a mettere da parte discussioni politiche che occupano quotidianamente la vita del Paese. |
6 | তবে দেশটির দৈনন্দিন জীবনে রাজনীতি নিয়ে যে আলোচনা চলে, সেসব ঘটনাবলী এর বাইরে থাকে না। ১৪ জানুয়ারী তারিখে ১. | Ogni 14 gennaio un milione e mezzo di credenti si riuniscono per adorare la “Divina Pastora” in una delle processioni più grandi del Venezuela. |
7 | ৫০ মিলিয়ন (১৫ লক্ষ) অনুসারী, স্বর্গীয় মেষপালিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য একত্রিত হয়, যা ভেনেজুয়েলার সবচেয়ে বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা। | |
8 | ছবি জোয়াকিন ফেরেরা-এর। | Foto di Joaquín Ferrer per Demotix, ripresa con autorizzazione. |
9 | কপিরাইট ডেমোটিক্স-এর। | Da Wikipedia: |
10 | উইকিপিডিয়ার প্রদান করা তথ্যানুসারে [স্প্যানিশ ভাষায়]: লারাবাসীরা (ভেনেজুয়েলার লারা নামক প্রদেশের নাগরিকরা) বিশেষ ভাবে অনুগত হয়ে তার উপাসনা করা। | Nello Stato del Lara viene venerata con affetto e devozione speciale, regalandole cappelli e vestiti di stoffe preziose, alcuni commissionati agli stilisti più affermati del mondo. |
11 | তাকে এমন মূল্যবান পোশাক এবং টুপি প্রদান করে, যার কয়েকটির নির্মাতা সেখানকার বিখ্যাত সব দর্জিরা। | Per questo motivo molti sostengono che non c'è donna, in Venezuela [it], che abbia un abbigliamento più lussuoso della Divina Pastora di Barquisimeto [it]. |
12 | এর ফলে অনেকে মন্তব্য করে যে, ভেনেজুয়েলায় এত বেশি দামী পোশাক আর কারো নেই, যা বারকুইসিমেতোর স্বর্গীয় মেষপালিকার রয়েছে। | Sul blog Simplemente Venezuela si raccontano le origini di questa tradizione: |
13 | ব্লগ সিমপ্লিমেনটো ভেনেজুয়েলা [স্প্যানিশ ভাষায়] (সাধারণ এক ভেনেজুয়েলা) ভেনেজুয়েলার এই ঐতিহ্যের উৎপত্তি কোথা থেকে, তার বর্ণনা করেছে: | |
14 | ১৭৯৬ সালে সান্তা রোজার যাজকরা পবিত্র মেরির (ইমমাকুলেট কনসেপশিওনের) মূর্তি নির্মাণের আদেশ প্রাপ্ত হন। | Nel 1736, il parroco di Santa Rosa incaricò un famoso scultore di realizzare una statua dell'Immacolata Concezione. |
15 | তবে ভূল ক্রমে পবিত্র মেরির মূর্তির বদলে এক স্বর্গীয় মেষপালিকা মেরির মূর্তি এসে হাজির হয়। | Per sbaglio però, al posto dell'Immacolata, arrivò in paese l'immagine della Divina Pastora. |
16 | যাজকরা এই মূর্তিটিকে ফেরত দিতে চান, কিন্তু যতই তারা এটিকে সরাতে চেষ্টা করে, ততই তারা সেখান থেকে তা সরাতে ব্যর্থ হয়। | Il parroco voleva restituirla, ma per quanto ci provò insieme ad altri parrocchiani, non riuscirono a sollevare la cassa dove era collocata la statua. |
17 | সেই মুর্হূতে ধরে নেওয়া হয় যে এই মহিয়সী নারী তাদের সাথে থাকতে চান, এটি তার লক্ষণ। | Da quel momento ciò venne considerato un segno per cui la Divina Pastora voleva rimanere tra loro. |
18 | ব্লগ ভেনেজুয়েলা ইয়া সু হিস্টিরিয়া [স্প্যানিশ ভাষায়] (ভেনেজুয়েলা এবং ইতিহাস) ব্লগের প্ররোফেবালা আমাদের জানাচ্ছে এই মহিয়সী নারীর অলৌকিক ক্ষমতার মাধ্যমে এক বিশেষ ঘটনায় অবদান রাখে। ১৮৫৬ সালে তা আরো শক্তিশালী হয়ে উঠে। | Sul blog Venezuela y su historia Profeballa racconta come la credenza di qualcosa di miracoloso riguardo la patrona della città si rafforzò quando le chiesero aiuto durante l'epidemia di colera che colpì la città nel 1856: |
19 | সে সময় শহরটিতে কলেরার প্রার্দুভাব দেখা দিয়েছিল। প্রতি বছর ১৪ জানুয়ারি, এই ধর্মীয় শোভাযাত্রার শেষে, এই মহিয়সী নারীর মূর্তি আবার গির্জায় এসে হাজির হয়। | Lo stesso 14 gennaio, alla fine della processione, quando si stava per entrare in chiesa, il prete Macario esortò la popolazione a chiedere alla Divina Pastora di far cessare la peste (…) |
20 | যাজক তখন প্রার্থনার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেবার আহ্বান জানান এবং তিনি স্বর্গীয় মেষপালিকাকে মহামারী নির্মূল করার আহ্বান জানান। (…) | |
21 | সেই ঐতিহাসিক সময়ে এই মূর্তি শহরের অন্য সকল গির্জা ভ্রমণ করতে যায় (বর্তমানে দুই মাসে এই ভ্রমণ সমাপ্ত হয়) এবং ভ্রমণের শেষে যাজক মাকারিও ইয়েপেজ কলেরায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। | Nei giorni successivi l'immagine passò da tutte le chiese della città (oggi si fa lo stesso in due mesi), e alla fine padre Macario Yépez si ammalò di colera, ma la sua morte segnò la fine dell'epidemia. |
22 | তার মৃত্যুকে এই মহামারীর সমাপ্তির লক্ষণ হিসেবে দেখা হয়েছিল। | Joaquín, racconta in Venezuela de Antaño lo svolgimento della cerimonia: |
23 | ভেনেজুয়েলা ডে আন্তানিও [স্প্যানিশ ভাষায়) (পুরোনো সময়ের ভেনেজুয়েলা) জোয়াকিন এই উৎসবের বিচিত্রতার সামান্য কিছু অংশ আমাদের সামনে তুলে ধরছে: | Il giorno 14, alle quattro del mattino, un gruppo di trotadores (maratoneti) esce dall'Obelisco (edificio tipico della città), per assistere, alle cinque del mattino, alle messe della cerimonia religiosa. |
24 | ১৪ জানুয়ারি তারিখের ভোর চারটায় উঁচু এক বেদি থেকে একদল ব্যক্তি বের হয়ে আসে, যারা পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেয়। | |
25 | বিশাল এক জনতার সাথে এই ধর্মীয় শোভাযাত্রা প্রত্যক্ষ করা হয়, যার শুরু ভোর পাঁচটায় এবং শেষ হয় বেলা ১১ টায়। | Queste terminano alle 11, per poi lasciare spazio alla maestosa processione, una delle più frequentate al mondo, verso la Cattedrale. |
26 | এই কারণে সকালে এটি শেষ করা হয়, যাতে পরবর্তী জাকজমকপূর্ণ ধর্মীয় শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারে। | Foto di Joaquín Ferrer per Demotix, ripresa dietro autorizzazione. |
27 | বিশ্বের অন্যতম এক বৃহৎ সমাবেশ, যা প্রধান গির্জার দিকে যেতে থাকে। | I credenti hanno seguito e partecipato alla tradizione anche via Twitter: |
28 | ছবি জোয়াকিন ফেরের-এর। | @williammorles (William A. |
29 | কপিরাইট ডেমোটিক্স-এর। | Morales): |
30 | টুইটারেও-স্বর্গীয় মেষপালিকার অনুসারীরা সবসময় এই ঐতিহ্যে অংশগ্রহণ করে যাচ্ছে: @উইলিয়ামমোরালেস (উইলিয়াম এ মোরালেস): | |
31 | আজ স্বর্গীয় মেষপালিকা আমার বাসার সামনে দিয়ে গেছে। | Oggi passa la Divina Pastora da casa mia. |
32 | @আদ্রিয়ানিটামেন্ডেজ (আদ্রিয়ান মেন্ডেজ): | @AdrianitaMendez (Adriana Mendez): |
33 | স্বর্গীয় মেষপালিকা, বিষয়টিকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম! | |
34 | @ইয়ানকার্লোপেজ (ইয়ানকার লোপেজ): | Divina Pastora mi affido a te! |
35 | আজকের দিনটি আমরা জীবনের সবচেয়ে সুন্দর দিন। | @yancarlopez (Yancar Lopez): |
36 | স্বর্গীয় মেষপালিকা আপনাকে ধন্যবাদ, আপনার উপহারের জন্য…(অসুস্থ) ফ্রান্সসেকাআআল১৯৯৫ (ফ্রান্সেকা রামিরেজ): | Oggi è il giorno più bello della mia vita, GRAZIE DIVINA PASTORA per il favore che mia hai concesso… (sic) |
37 | সুপ্রভাত! :D, আমি সুখী, সুখী, সুখী!!! | @francescaaa1995 (Francesca Ramirez): |
38 | স্বর্গীয় মেষপালিকা আমার প্রার্থণা শোনার জন্য আপনাকে ধন্যবাদ! | Buon giorno! :D sono felice felice felice!!! divina pastora grazie per avermi ascoltato! |
39 | এই অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক বির্তক তৈরি হয়েছে, কারণ বিরোধী ও সরকারি দলের বেশ কিছু নেতা এই অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছিল। | |
40 | টিভি স্টেশন গ্লোবোভিশন তাদের আগমনের বার্তা প্রদান করে [স্প্যানিশ ভাষায়]; কেউ একে ঘটনাটিকে অনুসরণ করছে বা অনুমোদন করছে, অন্যরা তাদের এই ধরনের কাজকে অনুমোদন প্রদান করেনি। | Infine, con la visita di alcuni personaggi dell'opposizione al governo, c'è stato spazio anche per il dibattito politico, trasmesso dal canale TV Globovisión. Mentre qualcuno l'ha seguito con entusiasmo, altri sembrano disapprovare l'idea: |
41 | @লরেলিসাফেরের (লরেলিসা ফেরের): | @laurelisaferrer (Laurelisa Ferrer): |
42 | আর টি @সিলমারিভাস: স্বর্গীয় মেষপালিকার এই ধর্মীয় শোভাযাত্রাকে রাজনৈতিক চেহারা দেবার বিষয়টি খুবই বাজে ব্যাপার। | Che bella l'intervista ai politici dell'opposizione che hanno visitato la divina pastora, com'è diverso il discorso, si percepisce tanta pace! |
43 | @বুয়েনাসনোচেস। | @carlaangola |
44 | @উইলফ্রেডিবারকো (উইলফ্রেডি বারকো): | @dalpac (Daniel Pabón): |
45 | @কার্লাঙ্গাগালো, স্বর্গীয় মেষপালিকা এমন এক শোভাযাত্রা, যা রাজনৈতিক নয়। | +1 RT @silmaririvas : Mi da la nausea il tentativo di politicizzare la processione della Divina Pastora da parte di @buenasnoches |
46 | এটা ভালো যে রাজনীতিবিদেরা এখানে আসছে, তবে আশা করা যায় যে আগামী শোভাযাত্রায় তারা এখানে আসার পরিমাণ কমিয়ে আনবে। | @WilfreddyBarco (Wilfreddy Barco): @carlaangola La processione della DivinaPastora non è qualcosa di politico, va bene che assistano, ma la prossima volta dovrebbero porsi dei limiti. |
47 | এই উদযাপনের একটি সুন্দর অংশ, ইন্টারনেটে ছবি এবং ভিডিও সহ প্রদান করা হয়েছে, যা গত বছর ধারণ করা হয়েছিল। | Gran parte della cerimonia è stata rilanciata su Internet tramite foto e video che illustrano la tradizione in questi ultimi anni. |
48 | এই উদযাপন,ে যা দেশটির চারপাশের অনুসারীদের একত্র করে, তা এক আন্দোলনের চেয়ে বেশি, যা বিশ্বাস এবং প্রযুক্তির মিলনে তৈরি হয়, এবং যা চেষ্টা করে বিশ্বাসকে প্রকাশ করতে এবং দেশটির বহুমাত্রিক সংস্কৃতির চরিত্রকে অনুশীলন করতে। Email | La festa, che ha attirato fedeli per quasi un secolo, si diffonde ancora di più in un movimento che unisce fede e tecnologia, cercando anche di diffondere le credenze e le pratiche di un Paese multiculturale. |
49 | লিখেছেনLaura Vidal | |
50 | অনুবাদ করেছেন বিজয় | |