# | ben | ita |
---|
1 | হংকং: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে হাজার হাজার নাগরিকের র্যালি | Hong Kong: decine di migliaia di persone contro ‘l'istruzione nazionalista’ |
2 | প্রাথমিক বিদ্যালয়সমূহের নতুন ‘লাল' [চীনা সরকার-এর] শিক্ষানীতি বিতর্ক বিগত সপ্তাহগুলোতে ক্রমেই উত্তেজনা সৃষ্টি করে চলেছে এবং সরকার যাতে এই সেপ্টেম্বরে চালু হতে যাওয়া এই শিক্ষানীতি বন্ধ করে তার দাবীতে সচেতন ছাত্র এবং শিক্ষকদের দলের সাথে পিতামাতার দলও এসে যোগ দিয়েছে। | La controversia sul nuovo curriculum “rosso” [it] delle scuole elementari è continuata a crescere nella scorsa settimana, e gruppi di genitori si sono uniti a studenti preoccupati e ai gruppi di insegnanti per fermare il governo nell'introduzione del curriculum a settembre. |
3 | প্রচণ্ড গরম উপেক্ষা করে গতকাল, ২৯ জুলাই, ২০১২-এ,প্রায় লাখখানেক হংকং-এর নাগরিক এই শিক্ষানীতির মগজধোলাই-করার মত বৈশিষ্ট্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে, এর মধ্যে অনেক পিতামাতা তাদের শিশুদের সাথে নিয়ে আসে। | Il 29 luglio scorso, decine di migliaia di cittadini di Hong Kong sono scesi in strada per protestare contro la natura da lavaggio del cervello del curriculum. Nonostante gli avvertimenti di un clima estremamente rovente, molti genitori hanno portato con sè anche i figli. |
4 | নীচে গতকালের র্যালির কিছু নির্বাচিত ছবি তুলে ধরা হল। সকল ছবি অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে: | Di seguito una selezione delle foto della manifestazione, tutte con il permesso di utilizzo: |
5 | ব্যানারে লেখা আছে: “ বাবা মা বের হয়ে এসেছে। | Lo striscione dice: “Papà, Mamma uscite fuori. |
6 | আসুন জাতীয় শিক্ষানীতি বাতিল করি। জোসেফিন সাং-এর ছবি | Fermiamo l'istruzione nazionale” Foto di Josephine Tsang. |
7 | এই ব্যানারটি সংগঠনের অন্যতম অঙ্গ-সংগঠন স্কোলারিজম-এর, এখানে লেখা আছে, মগজধোলাই করা লাল শিক্ষানীতি বাতিল কর। চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা লেখক হতে পারে না। | Lo striscione di uno dei maggiori blocchi organizzati, Scholarism: “Ritiro del curriculum rosso da lavaggio del cervello; non spetta ai membri del partito Comunista cinese la stesura”. |
8 | জোসেফিন সাং-এর ছবি | Foto di Josephine Tsang. |
9 | মগজধোলাই করা কমিউনিস্ট শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভকারীরা সরকারী সদর দপ্তরের সামনে তাদের ব্যানার নিয়ে সমাবেত হয়েছে। | I manifestanti davanti alla sede centrale del governo. |
10 | জোসেফিন সাং-এর ছবি। | Foto di Josephibe Tsang. |
11 | কন্যাকে সাথে নিয়ে র্যালিতে বাবার অংশগ্রহণ। | Padre con la figlia. |
12 | ছবি টাইগারএ্যাট কাও-এর। | Foto di Tigerątko Kao |
13 | র্যালিতে এক পিতা তার সদ্যজাত সন্তানকে দুধ পান করাচ্ছেন। | Un padre con il figlio neonato. |
14 | বেনসন সাং-এর ছবি। | Foto di Benson Tsang. |
15 | এই র্যালির আয়োজকরা বলছে যে প্রায় ৯০ হাজার নাগরিক এই বিক্ষোভে অংশ নিয়েছে। | Gli organizzatori hanno parlato di circa novantamila presenze. |
16 | ছবিতে ভিক্টোরিয়া পার্কের এক কোনায় জনতার সমাবেশকে দেখা যাচ্ছে। | I manifestanti all'angolo di Victoria Park. |
17 | বেনসন সাং-এর ছবি। | Foto di Benson Tsang. |
18 | এই কাঠের প্ল্যাকার্ড-এ লেখা আছে: বিপ্লবী শিক্ষা এতটাই শক্তিশালী যে, তাতে দল হচ্ছে আপনার নানা এবং মা। | Il cartello di legno dice: ‘Rivoluzionare l'istruzione è formidabile. Il partito è tuo padre e tua madre. |
19 | আপনি আপনার সবকিছু দলকে প্রদান করবেন। | Darai tutto al partito. |
20 | দলের নেতারা শিক্ষার জন্য নিজেদের সন্তানদের যুক্তরাষ্ট্র আর কানাডায় পাঠায়। | Il partito manderà i suoi rampolli in Usa e Canada'. |
21 | বেনসন সাং-এর তোলা ছবি। | Foto di Benson Tsang. |
22 | বিক্ষোভ র্যালির এই বেলুন “ভবিষ্যত-এর আশাবাদকে” সুনিদিষ্ট করছে। | Il palloncino di protesta indica la “speranza per il futuro.” |
23 | বেনসন সাং-এর তোলা ছবি। | Foto di Benson Tsang. |
24 | মাথায় একটি ওয়াশিং মেশিন পরে এবং চীনের জাতীয় পতাকা দিয়ে তৈরী করা এক ব্যানার হাতে নিয়ে এক বিক্ষোভকারী। ব্যানারে লেখা, জোর করে স্বদেশপ্রেমী বানানো? | Una lavatrice di cartone in testa con lo striscione della bandiera nazionale cinese: costretto a essere patriottico? |
25 | টুইটার ব্যবহারকারী জাজিয়ার ছবি। | Foto dell'utente twitter JaJia. |
26 | প্রাইমারী স্কুলের এক শিশু বিক্ষোভকারী বলছে, আর কোন মগজধোলাই চাই না। | Una bambina di scuola elementare dice: “Mai più lavaggio del cervello. |
27 | মগজ গলে যাবে। | Il cervello collasserà!” |
28 | ইনমিডিয়াএইচকে. নেট-এর ছবি। | Foto ripresa da inmediahk.net |
29 | হংকং -এর ভারতীয় সম্প্রদায় বলছে, আমরা না আলাদা হতে চাই, না একসাথে মিশে যেতে চাই। | La comunità indiana di Hong Kong dice: “Vogliamo diversità, non omogeneità. |
30 | দয়া করে আমাদের চীনা ভাষায় শিক্ষা দান করুন, আমাদের মগজধোলাই করা কোন শিক্ষার প্রয়োজন নেই। | Per favore datemi un'istruzione in lingua cinese, non il lavaggio del cervello!” |
31 | ইনমিডিয়াএইচকে. নেট-এর ছবি। | Foto ripresa da inmediahk.net |
32 | সরকারী ভবনের চত্বর বিক্ষোভকারীদের দ্বার পরিপূর্ণ, যারা জাতীয় শিক্ষানীতির প্রয়োগ বন্ধের দাবীর চিহ্ন হিসেবে নিজেদের হাত তুলে ধরেছে। | Il campus governativo occupato dai manifestanti che incrociano le braccia come gesto per fermare l'implementazione dei curriculum d'istruzione nazionale. |
33 | ইনমিডিয়াএইচকে. নেট-এর ছবি। | Foto ripresa da inmediahk.net |