# | ben | ita |
---|
1 | তেহরান চিড়িয়াখানায় ১৪টি সিংহের হত্যা | Iran: 14 leoni abbattuti allo zoo di Teheran |
2 | তেহরান চিড়িয়াখানায় ১৪টি সিংহের হত্যায় পরিবেশ ব্লগাররা ক্রুদ্ধ ও উদ্বিগ্ন। | I blogger ambientalisti sono arrabbiati e preoccupati per l'uccisione di 14 leoni nello zoo di Teheran. |
3 | ইরানের মিডিয়া জানাচ্ছে যে গ্ল্যান্ডার্স বলে একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ ধরা পড়াতে সিংহগুলোকে হত্যা করা হয়েছে। | I media iraniani hanno riportato [en] che i leoni sono stati abbattuti perché diagnosticati con una malattia infettiva batterica, la morva [en], più comunemente riscontrata in cavalli, asini e muli. |
4 | গ্ল্যান্ডার্স-এর প্রাদুর্ভাব সাধারণত ঘোড়া, গাধা এবং খচ্চরদের মধ্যেই দেখা যায়। দুই সপ্তাহ আগে, সাইবেরিয়ার একটি বাঘকে সংক্রমিত মাংস খাওয়ানোর ফলে মৃত্যুবরণ করতে হয়। | Due settimane prima, una tigre siberiana inviata [en] allo zoo di Teheran come parte di un programma di scambi con la Russia, era deceduta dopo essere stata nutrita con carne contaminata. |
5 | উল্লেখ্য, বাঘটিকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে তেহরান চিড়িয়াখানায় পাঠানো হয়। | Houman, un veterinario, scrive [far, come tutti gli altri link, eccetto ove diversamente segnalato] nel suo blog, Troubles of a veterinary: |
6 | পশু চিকিৎসক হুম্যান তাঁর “পশুচিকিৎসকের সমস্যা” ব্লগে লিখছেন: | Non si sentono più i lamenti dei leoni… Ieri hanno ucciso nove leoni. |
7 | “আমরা আর সিংহের ডাক শুনতে পাই না… গতকাল তারা ৯টি সিংহকে মেরেছে। | |
8 | কারণ বলতে ওই একটাই, তাদের অসুস্থতা। | Proprio così. Erano malati. |
9 | ওরা সংক্রমিত গাধার মাংস খেয়েছিল। | Perché hanno mangiato carne d'asino infetta. |
10 | এই অসুস্থতাকে সারানো যেত হয়ত… সপ্তাহ দুই আগেই আমরা একটা রক্ত পরীক্ষা করি… আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। | Una malattia che avrebbe potuto essere curata… Circa due settimane fa abbiamo effettuato un esame del sangue… Sono davvero triste. |
11 | এখন সময় সরে যাওয়ার এবং এই জায়গা ছেড়ে চলে যাবার।” | È ora di cambiare e lasciare questo posto. |
12 | ভার্তে লিখছেন: | Varteh scrive: |
13 | “সিংহকে খাঁচায় দেখা অত্যন্ত পীড়াদায়ক। | E' davvero triste vedere un leone in gabbia. |
14 | সিংহটি তার প্রতি এই অবমাননার কথা জানে… এটি মারা গিয়েছিল একজন সৈনিকের মতো… এর আগে এই যাচ্ছেতাই চিড়িয়াখানায় আমি আর একটি ভয়ংকর দৃশ্য দেখেছিলাম। | Il leone è consapevole della sua umiliazione… E' morto come un soldato… Avevo già assistito a un'altra scena terribile in questo zoo maledetto. |
15 | গৃহপালিত কুকুর খাঁচার ভিতরে আদর পাবার জন্য প্রতীক্ষারত। | Cani domestici in una gabbia in attesa di una mano che li accarezzasse. |
16 | আপনারা এই কুকুরগুলোকে শুধু একটি নরম বিছানায় ভাবতে পারেন, কিন্তু শীতল মাটিতে কখনোই নয়।” | Ci si immagina questi cani su un divano, non sul terreno freddo… |
17 | ইরানের ব্লগার কেল্ক তাঁর তির্যক মন্তব্যে বলেছেন, মনে হয় ওই কুকুরগুলোকে দেশদ্রোহিতার অভিযোগে হত্যা করা হয়েছে। | Kelk afferma ironicamente che sembra che questi leoni siano stati accusati di ostilità contro il regime e quindi giustiziati. |
18 | ইউনাইটেডফরইরান লিখেছেন তেহরান চিড়িয়াখানার অব্যবস্থা নিয়ে। তিনি স্মরণে এনেছেন, সাইবেরিয়ার বাঘটির মৃত্যুর পর কিছু দিন যেতে না যেতেই ১৪টি সিংহকে হত্যা করা হল। | United4Iran scrive che lo zoo di Teheran è gestito male e ribadisce che i 14 leoni sono stati abbattuti pochi giorni dopo la morte della tigre siberiana. |
19 | ব্লগার এবং সাংবাদিক মজগ্যান জামশিদি লিখেছেন, সাইবেরিয়ার বাঘটিকে নিয়ে আসার পিছনে কারন ছিল ইরানি কর্তৃপক্ষের একটি উদ্দেশ্য সাধন। সেই কারণে, প্রথম থেকেই ভুল পদক্ষেপ নেওয়া হয় বলে এরা প্রকৃত দেখাশোনা থেকে বঞ্চিত থাকে। | Mojgan Jamshidi, blogger e giornalista, sostiene che l'importazione della tigre siberiana era solo un gesto di propaganda per le autorità iraniane, e che da lì in poi tutta la situazione è stata mal gestita, e gli animali non hanno ricevuto cure adeguate. |