# | ben | ita |
---|
1 | তিউনিশিয়া: নির্বাচনী প্রচারণা বৈধভাবে হচ্ছে না | Tunisia: favorevole al governo la campagna elettorale per le presidenziali? |
2 | আগামী ২৫শে অক্টোবর তিউনিশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ফলে দেশটিতে সব কিছু উত্তপ্ত হয়ে উঠেছে। | La Tunisia sta preparandosi alle prossime elezioni presidenziali del 25 ottobre. |
3 | ১১ই অক্টোবর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই প্রচারণায় সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদ অংশ নিতে পারছে না। | La campagna elettorale è iniziata l'11 ottobre, ma non tutti i partiti e i politici sono pronti a prendere parte alla competizione. |
4 | নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারা দলের মধ্যে অন্যতম হল আততাজাদিদ (নবোদয় দল), নির্বাচনী প্রচারণায় যাদের কোন পোস্টার নেই। | Tra questi partiti c'è Attajdid (Il Rinnovamento), i cui manifesti sono assenti dagli spazi elettorali. |
5 | দলটিকে নির্বাচনী প্রচারণা চালানোর কোন অনুমতি দেওয়া হয় নি এবং কর্তৃপক্ষ কেবল এই কাজটিকেই যথেষ্ট বলে মনে করেনি, তারা দলের মুখপাত্র “আততারিক আল জাদেদ”(নতুন পথ) নামের পত্রিকাকে সেন্সর (নিষিদ্ধ) করেছে, এবং এটি করা হয়েছে কোন যৌক্তিক কারণ ছাড়াই। | Al partito è stato anche impedito di iniziare la propria campagna elettorale. E se ciò non dovesse bastare, le autorità hanno censurato il giornale portavoce del partito “Attariq Al Jadeed” (La Nuova Direzione) senza una convincente ragione, come spiegato dal blogger Sofiene Chourabi [ar]: |
6 | যেমনটা ব্লগার সোফিয়েনে চৌরাবি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন: ১০ই অক্টোবর শনিবার সন্ধ্যাবেলা স্বরাষ্ট্রমন্ত্রী, আততারিক আল জাদিদ সংবাদপত্রের উপর আইনের ১৪৯ নম্বর ধারা প্রয়োগ করেন। | Il pomeriggio di sabato 10 ottobre, il Ministro degli Interni ha impedito l'uscita dell'edizione numero 149 del giornale “Attariq Al Jadeed”. |
7 | এই কাজটি করা হয় এভাবে, উক্ত প্রেস থেকে ছাপা হওয়া ১০ই অক্টোবরের সকল পত্রিকা সংগ্রহ করা হয় ও এর মালিককে জানানো যে উক্ত তারিখে আততাজাদিদ দলের নির্বাচনী লিখিত প্রচার পত্র ছাপা হয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ ১১ই অক্টোবর, সেখানে এই প্রচার পত্র ছাপানোর কাজ বেআইনী। | Ciò è stato possibile bloccando tutte le edizione stampate nella tipografia del giornale e informando l'editore che la confisca era dovuta al fatto che il numero conteneva i due manifesti elettorali del partito “Attajdeed “ con la data del 10 ottobre, mentre la campagna elettorale iniziava l'11 ottobre. |
8 | এই যুক্তি অর্থহীন, কারণ উক্ত লিখিত বক্তব্য ছাপা হয়েছিল অক্টোবরের ১০ তারিখ শনিবারের দিনে, কিন্তু তা পরের দিন ১১ তারিখ রোববারে বিলি করা হত, যেদিন ছিল প্রচারণা শুরু করার দিন। | Questi argomenti non hanno senso logico, dal momento che il numero del giornale è stato stampato sabato 10 ottobre al fine di essere distribuito domenica 11 ottobre, il giorno d'inizio della campagna elettorale. |
9 | অন্যদিকে শাসক দলের প্রার্থী-তিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জিনে এল আবিদিনে বেল আলির-পোস্টারে সব এলাকা ছেয়ে গেছে এবং কখনো কখনো তা অবৈধ ভাবে লাগানো হয়েছে। | Dall'altra parte, invece, i manifesti che ritraggono il candidato del partito del governo - Il presidente tunisino Zine El Abidine ben Ali [in]- si trovano ovunque e qualche volta anche in spazi illegali. |
10 | প্রচারণা চালানোর উদ্দেশ্যে তাকে বেশ কয়েক বার টেলিভিশনে দেখা গেছে এবং নির্বাচনী বিধি অনুসারে এই কাজটি বৈধ নয়। কিসেস ফ্রম তিউনিশিয়া এই বিষয়টি সম্বন্ধে লিখেছেন। | Egli è anche apparso diverse volte in TV per promuovere la sua candidatura, e ciò non è consentito secondo quanto stabilito nel codice elettorale. |
11 | তিনি নির্বাচনী বিধি থেকে একটি ছবি এবং এক ব্যক্তিগত টিভি চ্যানেলে শাসক দলের প্রার্থী যে দলের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে তার দৃশ্য তুলে ধরেছেন। | Bons Baisers de Tunisie [ar] interviene su questa questione, contrapponendo i dettagli della normativa elettorale con le immagini della campagna del candidato governativo su un canale televisivo privato. |