# | ben | ita |
---|
1 | ছবিতে মিশর: কায়রোর রাস্তা থেকে তোলা দৃশ্য | Fotografie in diretta dalle strade de Il Cairo |
2 | গত কয়েকদিন ধরে অন্য অনেকের মত মিশরের মানবাধিকার কর্মী এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির লেখক রামি রোয়াফ বিচ্ছিন্ন ভাবে অনলাইনে উপস্থিত থাকতে পরেছেন। | |
3 | যখনই তিনি অনলাইনে উপস্থিত হতে পরেছেন, তখনই তিনি কায়রোর রাস্তায় তোলা ছবি অনলাইনে উঠিয়ে দিয়েছেন। | Come molti manifestanti negli scorsi giorni, anche Ramy Raoof, attivista dei diritti umani e collaboratore [en] del progetto Global Voices Advocacy, ha potuto accedere solo sporadicamente a Internet. |
4 | এ সব মধ্যে রয়েছে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন, রাস্তার দেওয়াল চিত্র, এবং সৈনিকদের ছবি। তিনি কায়রোর রাস্তার দৃশ্যকে সারা বিশ্বের সামনে প্রদর্শন করছেন। | Durante i pochi momenti online, però, Raoof ha rilanciato alcune immagini scattate nelle strade del Cairo: sono fotografie che mostrano al mondo le manifestazioni, i graffiti sui muri e i soldati dalla prospettiva dei dimostranti. |
5 | আজ রোয়াফ আবার অনলাইনে পুরোপুরি ফিরে আসতে সমর্থ হন। যার ফলে তিনি একগাদা নতুন কিছু ছবি টুইট করেন। | Ieri, sabato 29 gennaio, Raoof è riuscito a connettersi brevemente, pubblicando [en] una nuova serie di fotografie e invitando a diffonderle ulteriormente. |
6 | তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন, যেন তারা এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়: | “Ho caricato queste foto della manifestazione nel centro del Cairo, potete vederle qui http://bit.ly/axeJsg #jan25 #egypt per favore rilanciatele”. |
7 | রামি রোয়াফ ফটোস অফ দা ওয়ার্ল্ডে তার ছবি টুইট করছে নীচের ছবিগুলো রামি রোয়াফ ২৮ এবং ২৯ জানুয়ারি তারিখে তুলেছেন। | Quelle che seguono sono le fotografie scattate da Ramy Raoof il 28 e 29 gennaio e pubblicate su Flickr, con le didascalie originali. |
8 | এই ছবিগুলোকে তিনি ফ্লিকারে পোস্ট করেছেন। | Abbasso Mubarak… Libertà |
9 | এই সব ছবির শিরোনাম ফটোগ্রাফারের নিজের দেওয়া। | Soldati e mezzi militari in Tahrir Square |
10 | মুবারক নিপাত যাক…স্বাধীনতা চাই। | Manifestanti su un carro armato, Tahrir Square |
11 | কায়রোর তাহরির স্কোয়ারে সামরিক বাহিনীর যান এবং তার উপর দাঁড়িয়ে সেনারা | |
12 | কায়রোর তাহরির স্কোয়ারে সামরিক বাহিনীর যানের উপর দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শন | |
13 | ২৮ জানুয়ারি তারিখে কায়রোর বিক্ষোভ | 28 gennaio, manifestazione a Il Cairo |
14 | সকল ছবি রামি রোয়াফের, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-শেয়ার এলাইক ২. | Tutte le immagini sono di Ramy Raoof, riprese con licenza Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.0 Generic [en]. |
15 | ০ জেনেরিক লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | Seguite gli aggiornamenti nello speciale di Global Voices Online, sia in inglese che in italiano. |