# | ben | ita |
---|
1 | মরোক্কোর পল্লী অঞ্চল নিয়ে ব্লগিং: পিস কর্পস স্বেচ্ছাসেবকগণ | Marocco rurale: i volontari di Peace Corps raccontano |
2 | মরোক্কোতে একটি কার্যকর এবং বলিষ্ঠ ব্লগজগত আছে। | Il Marocco vanta una blogosfera attiva e florida. |
3 | এই ব্লগাররা বিস্তৃত বিষয়ের উপর আরবী, ফ্রেঞ্চ, ইংরেজী, স্প্যানিশ এবং অ্যামাজিঘ ভাষায় লেখে। | I blogger scrivono in arabo, francese, inglese, spagnolo e amazigh [berbero], coprendo un'ampia gamma di temi e problematiche. |
4 | তবে মরক্কোবাসীদের ‘ব্লগোমা' এর একটি নেতিবাচক দিক হলো এর বেশীর ভাগ নিবেদিত ব্লগাররা বড় প্রধান শহরগুলো (কাসাব্ল্যাংকা, রাবাত, ফেজ) এর মধ্যেই অথবা বিদেশে অবস্থান করছে; পল্লী এলাকা নিয়ে ব্লগ করে সামান্য অংশই। | Un lato negativo della “blogoma,” [blogosfera marocchina] tuttavia, è che la maggior parte dei suoi componenti è concentrata nelle città principali (Casablanca, Rabat, Fez) e all'estero; nelle aree rurali di blogger se ne trovano pochi. |
5 | এটাই সে ক্ষেত্র যেখানে পিস কর্পস (শান্তি বাহিনী) এবং ফুল ব্রাইট স্কলারশীপপ্রাপ্ত (আমেরিকান) ব্লগাররা কাজ করতে আসে। যেহেতু অনেকে মরোক্কোর নির্ভৃত এলাকায় অবস্থান করে, তারা দেশে জীবনের সেই অনুল্লেখ্য দিককে চিত্রায়িত করতে সক্ষম। | Ecco dove entrano in gioco i volontari dei Peace Corps [in] e i vari partecipanti al Fulbright Program [in]; molti di loro sono dislocati in aree remote del Marocco, e possono quindi offrire un'immagine diversa della vita del Paese. |
6 | তারা মরোক্কোর অধিবাসী না হলেও নিয়মিত মরক্কোর জনসাধারনের সাথে সাক্ষাৎ করে এবং প্রায়শ:ই তাদের প্রতিবেশী এবং পল্লীবাসীরা যেসব বিষয়ের মোকাবেলা করে সেগুলো সম্পর্কে ব্লগ করে। | E pur non essendo originari del Marocco, interagiscono quotidianamente con i marocchini discutendo spesso dei problemi del quartiere o dei villaggi in cui si trovano. |
7 | ডানকান গোজ টু মরক্কো সেইরকম একজন ব্লগার। | Duncan Goes To Morocco è uno di questi blogger. |
8 | সে সম্প্রতি তার পল্লী সমাজের দন্ত সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। | Recentemente ha parlato di igiene orale [in] nella comunità rurale in cui si trova, dicendo: |
9 | আমার পশ্চিমা দৃষ্টিভঙ্গীর আলোকে দন্ত সুরক্ষা আমার লোকালয়ের একটি সমস্যা। | Da una prospettiva occidentale come la mia, l'igiene orale costituisce un problema per questa comunità. |
10 | যদি আমি প্রাথমিক জরিপ করতে পারতাম এবং নির্ণয় করতে পারতাম কতজন মানুষ এখানে দাঁত ব্রাশ করে, কিন্তু আমি মনে করিনা সেটা যথাযথ কাজ হবে। | Avrei voluto fare un sondaggio iniziale per scoprire quante persone si lavano i denti, ma non credo sia la cosa giusta da fare. |
11 | যদি আমাকে ধারনা করতে বলা হত, আমি বলতাম আমার লোকালয়ের ৪৫০ জন লোকের মধ্যে হয়তো ৫ জন লোক নিয়মিত টুথব্রাশ ব্যবহার করে। | Se dovessi fare una stima, direi che in questa comunità, composta da circa 450 persone, forse 5 usano regolarmente lo spazzolino da denti. |
12 | কিন্তু সেটা জানার জন্য আমার কোন উপায় নাই এবং সেই পরিসংখ্যানে কেউ মাজে না এমন ভয়াবহ তথ্যও আবিস্কার হতে পারে। | Ma in realtà è impossibile saperlo con precisione, la cifra potrebbe essere addirittura intorno allo zero. |
13 | শুধু আমার লোকালয়েই নয়; আমি বলব যে মরোক্কোতে দন্ত সুরক্ষার ধারনাটাই পুরোপুরি নতুন। | Tuttavia non si tratta solo della mia comunità; direi che il concetto di igiene orale è abbastanza recente in tutto il Marocco. |
14 | সে তারপর ব্যাখ্যা করেছে কিভাবে সে এই সমস্যাকে সামাল দিচ্ছে: | Il blogger passa poi a spiegare come sta affrontando il problema: |
15 | বিদ্যালয়ে আমি বাচ্চাদের তাদের দাঁত মাজা বিষয়ে বলছি। | Ho parlato ai bambini nelle scuole tentando di far capire loro l'importanza di lavarsi i denti. |
16 | মূলত: আমি তাদের বলি যে যদি তারা দাঁত না মাজে তাহলে আমাদের লোকালয়ের বৃদ্ধদের মত তাদের দাঁত পঁচে যাবে এবং পড়ে যাবে। | Praticamente ho detto loro che se non si lavano i denti, questi prima marciranno e poi cadranno, proprio come succede agli anziani della comunità. |
17 | বিষয়টি সম্পর্কে আমি চেষ্টা করি খুবই স্পষ্ট ধারনা দিতে। | Ho cercato di essere molto schietto. |
18 | আমি কোকে ডোবানো একটি শক্ত সেদ্ধ ডিম এনেছিলাম, যা ওটাকে বাদামী বর্ণে রূপান্তর করেছিল এবং তারপর বাচ্চাদের টুথব্রাশ দিয়ে ডিম পরিষ্কার করতে দিয়েছিলাম। | Ho portato un uovo sodo imbevuto di Coca-Cola, che ne scurisce il guscio, poi ho dato ai bambini lo spazzolino per pulirlo. |
19 | আমি কাদায় তৈরী মুখের আদলও এনেছিলাম দাঁত মাজা অনুশীলন করানোর জন্য (পার্শ্ব টিকা: হাতে-কলমে শিক্ষা দান এখানের শিক্ষাদানের কোন অংশ নয়, সবই যন্ত্রবৎ স্মৃতিতে ধারণের নিমিত্তে সাজানো)। | Ho anche portato un modello in creta della bocca affinché potessero imparare a usare lo spazzolino. (Nota a margine: qui l'esempio pratico non è disgiunto dalla pedagogia dell'insegnamento; si tratta solo di imparare a memoria in modo meccanico.) |
20 | শিক্ষার সময়, আমি নিয়মিত তাদের অবসর সময়ে বিদ্যালয়ে এসে থাকি এবং সকল বাচ্চাদের আমার সম্মুখে দাঁত মাজতে বাধ্য করি। | Dopo aver dato inizio alla cosa, sono andato regolarmente a scuola durante gli intervalli e facevo lavare i denti ai bambini di fronte a me. |
21 | ৩০টি শিশু তাদের মুখের লালা এবং টুথপেষ্ট তাদের মুখের সর্বত্র মাখামাখি করে ফেলে দেখতে খুবই মজা লাগে এবং ভাবে এটাই আমার কাজ। | È stato molto divertente guardare 30 bambini sputare dentifricio tutto intorno e realizzare che questo è il mio lavoro. |
22 | আমি ভাবি দাঁত মাজার মত একটি কাজ এমনই যে, যদি তুমি শিশু হও, তোমার বারবার এবং বারবার অনুশীলন করার প্রয়োজন যতক্ষণ না এটি একটি অভ্যাসে পরিণত হয়। | Penso che un'azione come quella di lavarsi i denti sia qualcosa che, se sei un bambino, hai bisogno di farlo molte volte fino a che non diventi un'abitudine. |
23 | তিনি বিষয়টির প্রতি তার অনুভূতিও ব্যাখা করেন, এবং পিস কর্পস এর একজন সেচ্ছাসেবক হিসেবে তার চিন্তাচেতনাও জানান: | Il blogger illustra inoltre le sue sensazioni, condividendo alcune riflessioni sul fare volontariato in materia di salute come aderente ai Peace Corps: |
24 | এই দুই বৈষম্যমূলক অনুভূতির মাঝে সামঞ্জস্য ঘটিয়ে, আমি মনে করি আমি বিশ্বাস করতে চাই যে মানুষ তাদের আচরণ পরিবর্তন করবে। | Se cerco un equilibrio tra questi due sentimenti contrastanti, mi sembra di voler credere che costoro possano comportarsi diversamente. |
25 | অনেক কিছুই আমার বিরুদ্ধাচরণ করছে, কিন্তু যদি আমি এই বিষয়ে মনোনিবেশ করি, কিছু মানুষ সঠিক পথে ফিরবে। | Ci sono molti fattori che giocano contro di me, ma se mi concentro sulla questione, qualcuno recepirà in maniera positiva. |
26 | এমনকি যদি লোকজন এখনই তাদের আচরণ পরিবর্তন না করে, দন্ত সুরক্ষা ধারনাটির সূচনাই প্রথম পদক্ষেপ যা অবশেষে পরির্তন ঘটাবে। | Anche se le persone non cambieranno immediatamente il proprio comportamento, introdurre l'idea dell'igiene orale rappresenta un primo passo verso una trasformazione sostanziale. |
27 | পরিবর্তন তাৎক্ষণিকভাবে আসেনা। কিন্তু হয়তো আমি ভীত গড়ছি পরবর্তী প্রজন্মের আচরণ পরিবর্তন ঘটানোর জন্য- অন্তত আমি নিজেকে এটুকু তো বলতে পারি। | Potrà non avvenire subito, ma forse sto gettando le fondamenta per un cambiamento che avrà luogo con la prossima generazione - almeno è quanto dico a me stesso. |
28 | কিছু স্বেচ্ছাসেবক মরক্কোবাসীদের আচরণ পরিবর্তনে বেশ নেতিবাচক এবং আমি মনে করি তারা এই নেতিবাচক ধারনার সীমানা মেনে নেয় যাতে তারা অভ্যস্ত হতে চেষ্টা করে। | Alcuni volontari sono molto pessimisti quando si parla di modificare i comportamenti dei marocchini ma penso che una simile posizione ne influenzi negativamente l'attività. |
29 | আমি এখানে এসেছিলাম স্বাস্থ্য সম্পর্কে শিক্ষাদান করতে এবং আমি তা করতে চেষ্টা করে যাচ্ছি এবং করি। | Sono venuto qui per fare educazione sanitaria e cercherò di andare avanti. |
30 | সাথে এটি আমাকে পরিবর্তনশীল কিছু করতে দেয় এবং দেয় কিছু কার্যকর অনুভূতি। | Così, inoltre, ho qualcosa da fare e mi sento utile. |
31 | এমিলি অ্যান্ড জন ইন মরক্কো একটি বিবাহিত দম্পতির ব্লগ যারা উভয়ই পিস কর্পসের স্বেচ্ছাসেবক। | Emily and Jon in Morocco è il blog di una coppia sposata che ha appena iniziato l'attività di volontariato con i Peace Corps. |
32 | সাম্প্রতিক এক পোষ্টে, তারা তাদের সাথে সংশ্লিষ্ট কিছু সাংস্কৃতিক বিভেদ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা উল্লেখ করে। | In uno degli ultimi post, riflettono [in] su alcune differenze culturali che hanno riscontrato. |
33 | উদাহরণ স্বরূপ: | Ecco un esempio: |
34 | অন্যরকম একটি বিষয়বস্তু হলো স্থানের ধারনা। | Un elemento diverso è il concetto di spazio. |
35 | মরোক্কোর একটি সাধারণ গ্রাম্য বাড়ীতে কোন আলাদা শোবারঘর নাই। | Una tipica casa di campagna in Marocco non ha stanze da letto separate. |
36 | আছে সাধারণত একটি বসার ঘর (লিভিং রুম), একটি সেলুন (অতিথি আপ্যায়নের জন্য ঘর, যা সাধারণত বসার ঘরের থেকে বড় হয়), একটি রান্নাঘর, এবং একটি ঘুমানো ঘর (যেখানে পরিবারের সদস্যদের যেকোন দল ঘুমাতে পারে)। | Generalmente c'è una stanza comune (soggiorno), un salone (un locale per accogliere gli ospiti, che è di solito più grande del soggiorno), la cucina e una camera da letto (dove qualsiasi membro della famiglia può decidere di dormire). |
37 | অনেকসময় পরিবারের সদস্যরা বসার ঘরেও ঘুমায়। | A volte i membri della famiglia dormono in soggiorno. |
38 | বাড়ীর ভেতর গোসলখানা থাকতেও পারে নাও পারে। | Il bagno può essere dentro o fuori casa. |
39 | অনেকসময়, এটি হয় কোন সংযুক্ত ঘর যেখানে আলাদা ঢোকার পথ থাকে। | Talvota si tratta di una struttura annessa con entrata indipendente. |
40 | পরিবারগুলো সাধারণত তাদের কাপড়চোপড় একসাথে রাখে এবং একটি কাপড় পরিবর্তনের জন্য একটি ঘর নির্দিষ্ট করে। | Di solito la famiglia ripone i propri vestiti tutti insieme usando una stanza per cambiarsi. |
41 | তাছাড়া, পরিবারের সদস্যদের অধিকারে কোন পূর্ণ জিনিস থাকেনা। | Tra l'altro, le famiglie non possiedono molti vestiti. |
42 | বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে খেলনা থাকে না। | Non è che ci siano montagne di giocattoli per i bambini. |
43 | সমস্ত বাড়ী জুড়ে কোন হট্টগোল থাকেনা। | Non c'è disordine nelle stanze della casa. |
44 | ব্যক্তিবিশেষের চেয়ে পারিবারিক বন্ধন বেশী গুরুত্বপূর্ণ। | Il disordine non esiste. |
45 | এককেন্দ্রিকতা উপর কম জোর দেয়া হয় এবং সামষ্টিকতার উপর বেশী জোর দেয়া হয়। | I legami familiari sono molto più importanti dell'individuo; si predilige più il collettivo che l'individuo. |
46 | মরক্কোর একটি পরিবারের সাথে বসবাস আমাকে সাহায্য করেছে বুঝতে আমাদের নিজস্ব সংস্কৃতি কতটা বস্তুগত, এককেন্দ্রিক এবং নির্দিষ্ট। | La vita con una famiglia marocchina ci ha aiutato a capire quanto materialista, individualista e rigida sia la nostra cultura. |
47 | তাই বলা যায় খারাপ ঠিক নয়, শুধু ভিন্ন। | Non dico che sia necessariamente negativo; ma diverso. |
48 | এটা স্বীকার করাটা বেশ মজার যে বাইরে না বের হলে এবং আমাদের সাথে তুলনামূলক বিষয়ের ভিন্নতার দিকে না তাকলে আমার সত্যিই নিজেদের চিনতে পারি না। | È interessante notare che possiamo capire realmente chi siamo solo quando usciamo fuori dal nostro ambito per osservare quelle differenze tramite cui riusciamo a riflettere su noi stessi |
49 | মরক্কোর পিস কর্পস ব্লগারদের আরও তথ্যর জন্য, এই সাইটে ব্লগারদের লিস্ট পাওয়া যাবে। | Per maggiori informazioni sui blogger di Peace Corps in Marocco, questo sito [in] offre un elenco di blogger. |
50 | গ্লোবাল ভয়েস পুর্বেও মরোক্কোর পিস কর্পস ব্লগজগতের খবর প্রকাশ করেছে। | In passato Global Voices si è già occupato di tali blogger [in]. |