# | ben | ita |
---|
1 | দক্ষিণ কোরিয়া: আত্মহত্যাকারী অভিনেত্রীর স্মৃতিচারণে দাবী করা হয়েছে সে যৌন নিপীড়নের শিকার হয়েছিল | Corea del Sud: presunto sfuttamento sessuale di nota attrice suscita ampia indignazione |
2 | দক্ষিণ কোরীয় নেট-নাগরিকেরা (নেটিজেন) মৃত অভিনেত্রী জা-ইওন জাংয়ের স্মৃতি নিয়ে আলোচনায় মত্ত, যেখানে পেশার কারণে সে যৌন নিপীড়নের শিকার হয়েছিল বলে দাবি করা হয়েছে। | I netizen sudcoreani non fanno altro che parlare delle memorie lasciate dall'attrice deceduta Ja-Yeon Jang's [en], nelle quali afferma di essere stata vittima di sfruttamento sessuale sul lavoro. |
3 | জীবনের সাথে যুদ্ধ করে ২৬ বছর বয়েসী এই অভিনেত্রী মার্চ ২০০৯-এ আত্মহত্যা করেন। মৃত্যুর সময় তিনি ৫০টি চিঠি রেখে যান, যার মধ্যে ৩১ জন ব্যক্তির নাম রয়েছে, যারা তাকে যৌন নিপীড়ন ও অপব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেছেন। | La coraggiosa attrice ventiseienne, suicidatasi nel marzo del 2009, ha lasciato una cinquantina di lettere che citano i nomi di trentuno persone che l'avrebbero sfruttata e violentata nel corso della sua carriera. |
4 | কয়েক শত পৃষ্ঠার এই চিঠিগুলোতে বলা হয়েছে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্যে ক্ষমতাধর ব্যক্তিদের অথবা এই শিল্পের ক্ষমতাধর কোন ব্যক্তিকে শুধুমাত্র খুশী করার জন্যে তাকে ‘যৌন সেবা' প্রদানে বাধ্য করা হতো। | Diverse centinaia di pagine rivelano come la donna sia stata costretta a fornire prestazioni sessuali a persone dello spettacolo al fine di ottenere parti o anche semplicemente per compiacerle. |
5 | চিঠিগুলোতে চারজন কর্পোরেশনের নির্বাহী, দুইজন অর্থলগ্নিকারী শিল্পের নির্বাহী, দুইজন পত্রিকা প্রধান, ছয়জন বিনোদন ব্যবস্থাপনা এজেন্সির প্রতিনিধি, সাতজন টেলিভিশন প্রযোজক এবং আটজন চলচ্চিত্র পরিচালকসহ আরো অনেকের প্রকৃত নাম উল্লেখ করা আছে। | Le lettere citano i nomi di quattro dirigenti aziendali, due dirigenti del settore finanziario, due direttori di giornali, sei rappresentanti di agenzie dello spettacolo, sette produttori televisivi, otto registi e altri ancora. |
6 | জা-ইওন জাং-এর অন্ত্যেষ্টিক্রিয়া। | Il funerale di Ja-yeon Jang. |
7 | ভিডিও থেকে নেওয়া ছবি। এই ছবিটি পোস্ট করেছে ইউটিউব ব্যবহারকারী বাকানেকো৯৯ | Immagine tratta dal video sul canale Youtube dell'utente BAKANEKO99. |
8 | জাং-এর অঘোষিত তালিকা অনলাইন ও টুইটারে কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে, টুইটে ইতোমধ্যে পুলিশ এবং মিডিয়াকে তথ্য-প্রমাণাদি প্রকাশ করার আহ্বান জানানো। | Una versione non ufficiale della lista di Jang sta già circolando online e su Twitter costringendo la polizia e i media a far di tutto per arginare le informazioni contenute nei documenti venuti allo scoperto negli ultimi giorni. |
9 | সাহায্যের আকুল আবেদন | Una disperata richiesta d'aiuto |
10 | দুই বছরেরও বেশী সময় আগে জনগণ, জাং-এর তথ্য-প্রমাণাদির অস্তিত্ব সম্পর্কে জেনেছে। | Sono già passati due anni da quando la gente ha sentito parlare per la prima volta dell'esistenza delle lettere di Jang. |
11 | তার মৃত্যুর বিষয়টি জনগণের মাঝ ব্যাপক দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও, পুলিশ মামলাটি বাতিল করেছিল, গ্রাহ্য প্রমাণের অভাবে এবং তার চিঠির বিশ্বাসযোগ্যতাকে সন্দেহ করে। | Subito dopo la sua morte si era molto discusso del tema ma la polizia aveva poi finito con l'abbandonare il caso per mancanza di prove e per la scarsa attendibilità di quelle lettere. |
12 | যদিও তার সাহায্যের আকুল আবেদন ধীরে ধীরে জনগণের মন থেকে মুছে গিয়েছিল, দক্ষিণ কোরিয়ার একটি অন্যতম সম্প্রচার সংস্থা এসবিএস (সিউল ব্রডকাস্টিং স্টেশন)-এর তৈরী প্রামাণ্যচিত্রে বিশেষজ্ঞরা জাংয়ের চিঠিগুলোর অকাট্য প্রমাণে নিশ্চিত করেছে। | La sua vicenda era quasi finita nel dimenticatoio, quando il 5 marzo 2011 la SBS (Seoul Broadcasting Station), uno dei canali televisivi più importanti della Corea del Sud, ha trasmesso un documentario nel quale alcuni esperti confermano l'autenticità delle lettere di Jang. |
13 | মনে করা হচ্ছে, তার পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার জন্যে তিনি চিঠিগুলো তার ম্যানেজার মি:ইয়ু কাছে রেখে দিয়েছিলেন। | Si dice che l'attrice abbia lasciato le lettere al suo ex-manager, Mr Yu, chiedendogli di renderle giustizia. |
14 | জাং লিখেছেন তার চিঠিতে উল্লেখিত কর্তৃপক্ষীয় ব্যক্তিদের সাথে দেখা করানোর জন্যে তাকে একশবারেরও বেশী সে সব স্থানে নিয়ে যাওয়া হয়। এছাড়াও তিনি জানান, অভিনয়ে ইচ্ছুক আরো অনেক তরুণীরাও প্রায়ই তার সাথে সেখানে যেত । | Jang ha scritto di essere stata costretta a incontrare i personaggi citati nei documenti più di un centinaio di volte; così come hanno dovuto fare altre giovani aspiranti attrici che spesso l'accompagnavano. |
15 | দক্ষিণ কোরিয়ার কুকিনিউজ চিঠিগুলো থেকে কয়েকটি অনুচ্ছেদ [কোরিয়ান] প্রকাশ করেছে, যেখানে জাং বর্ণনা করেছেন কীভাবে তিনি প্রতারিত, নিপীড়িত এবং অপব্যবহারের শিকার হয়েছেন। | Il giornale sudcoreano Kukinews ha pubblicato diversi passaggi tratti dalle lettere [ko, come tutti i link eccetto ove diversamente segnalato] dove Jang descrive come sia stata ingannata, sfruttata e violentata. |
16 | এমনকি দক্ষিণ কোরিয়ার সবার প্রিয়তমা বা সুইটহার্ট বলে পরিচিত চোই জিন-শিলসহ আরো তিনজন নারী অভিনয়শিল্পী জাংয়ের ম্যানেজমেন্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় আত্মহত্যা করেছে- শেষ পর্যন্ত এটা প্রকাশিত হওয়ার পর জাংয়ের ম্যানেজমেন্ট এজেন্সির প্রধানের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে। | Il direttore dell'agenzia di Jang è stato messo sotto tiro dopo che si è scoperto tardivamente che altre tre donne dello spettacolo, tra cui anche la star nazionale Choi Jin-shil [en], si erano suicidate mentre avevano in essere un contratto con la sua agenzia. |
17 | ““৩১ শয়তান” | “31 Diavoli” |
18 | দক্ষিণ কোরীয়রা টুইপস, তালিকার ৩১ ব্যক্তিকে “৩১ শয়তান” উল্লেখ করে পুলিশকে পুনরায় আরো ভালভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। | I commenti su Twitter, che si riferiscono alle persone della lista come ai “31 diavoli”, hanno spinto la polizia a riesaminare il caso più attentamente. |
19 | টুইটার ব্যবহারকারী জো-ইয়াং হন (@ব্লুড্রাগন১৩৭৬) বলেছেন: | L'utente Twitter Jo-young Hwan(@bluedragon1376) commenta: |
20 | @কুভাদিসকোরিয়া। | @QuoVadisKorea. |
21 | এই সব ৩১ শয়তানের নাম প্রকাশ করে তাদের আইনানুসারে শাস্তি দাও। | Pubblicate i nomi dei “31 diavoli” e puniteli secondo la legge. |
22 | যদি পুলিশ গোপন করার বা ভুল ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে, আমরা সংশ্লিষ্টদেরও শাস্তি দিব। পুলিশ উপর তলার লোকদের যৌন অনাচারে সাধারণ মানুষের মতো মারাত্মক অপরাধ বিবেচনা না করলেও, তাদেরকেও শাস্তি দেয়া উচিত। | E se la polizia cerca di occultare il caso, che sia punita in quanto complice: se la polizia non considera un crimine il traffico sessuale da parte della classe dirigente, favorendola rispetto alle persone normali, dev'essere punita. |
23 | ৬ মার্চ ২০১১, টুইটার ব্যবহারকারী ডোয়া (@ডোয়াক্স) পুনঃ টুইটের মাধ্যমে মামলাটির আরো অধিক তদন্ত দাবি করে, একটি অনলাইন দরখাস্ত তৈরীতে উৎসাহ জুগিয়েছেন। | Il 6 marzo sscorso, l'utente Twitter Doa (@doax) ha incoraggiato la gente a promuovere attraverso i social forum una petizione online richiedendo ulteriori indagini sul caso. |
24 | দরখাস্তটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশী মানুষ প্রবেশ করা গণ ওয়েব ফোরাম দাউম আগোরাতে পোস্ট করা হয়েছে, যাতে প্রথম দুদিনে ৮০০জন স্বাক্ষর করেছে: | La petizione, che si può leggere sul forum pubblico più visitato del Sud Corea, Daum Agora, aveva già raccolto 800 firme dopo soli due giorni: |
25 | অনুগ্রহ করে প্রত্যেকেই এখানে স্বাক্ষর করুন- http://t.co/ADUt2gu আপনারা অনলাইনে পিটিশনে স্বাক্ষর করতে না পারলে অফলাইনে চলে যান। | Per favore, firmate tutti qui. http://t.co/ADUt2gu Se non potete firmare la petizione, andatevene. |
26 | আরটি @সানকোন, আরটি @ঝিকসা: চলুন সবাই জাংয়ের পক্ষ হয়ে, এই ঘটনার প্রতিশোধ নেই। | RT @sunykwon: RT @jjicksa: Chiediamo giustizia in nome di Jang [la traduzione letterale sarebbe “Aiutiamola a liberarla dal dolore”]. |
27 | [আক্ষরিক অনুবাদ হবে ‘চলুন সবাই তাকে, তার দূঃখ ভুলতে সাহায্য করি'] আমরা মামলাটির আবার পুলিশী তদন্তের জন্যে দাউম আগোরাতে পোস্ট করা দরখাস্তটির পক্ষে স্বাক্ষর সংগ্রহ করছি। | Stiamo raccogliendo firme per la petizione sul sito di Daum Agora per spingere la polizia a riesaminare il caso. |
28 | অরেক জন টুইটার @গিভেনজয় টুইট করেছেন [কোরিয়ান]: | Un altro utente, @givenjoy ha scritto: |
29 | আমি জাং জা-ইওনের তালিকার ওপর টুইটারে আসা প্রতিক্রিয়া সংগ্রহ ও পোস্ট করেছি। এগুলো দাবি করেছে (বেশীর ভাগই) তালিকাটি প্রকাশ হওয়া উচিত । http://j.mp/fLLrUM [সংযুক্ত পোস্ট থেকে] পার্ক সাং মিং (@মিনিওয়াংজা): জাং-যাদেরকে যৌন সেবা প্রদান করেছে, সেই সব ব্যক্তির নামের তালিকা জনসমক্ষে প্রকাশ হওয়া উচিত। | Ho ricevuto e postato molte risposte di utenti Twitter riguardanti la lista di Jang Ja Yeon: la maggior parte ne richiede la pubblicazione. http://j.mp/fLLrUM [dal post del link] Park Sang Min (@miniwangja): le prestazioni sessuali di Jang dovrebbero essere rese pubbliche. |
30 | এই ৩১ জন আমাদের সমাজের [সত্যিকার] সদস্য নয়। | Queste 31 persone non appartengono alla nostra società. |
31 | আমাদের উচিত তাদের শাস্তি দাবি করা- লিপ্সা চরিতার্থের জন্য তাদের নোংরা ক্ষমতা ব্যবহারের জন্যে। | Dobbiamo pretenderne la punizione per aver messo il loro sporco potere al servizio del loro godimento. |
32 | তালিকাটি প্রকাশের দাবি জোরালো করতে আমরা আপনাকে আমাদের এই বার্তা পুনরায় টুইট করার কাজে অংশগ্রহনের আহ্বান জানাচ্ছি। | Ti chiediamo di unirti a noi. Condividi questo post per richiedere la pubblicazione della lista. |
33 | টুইটার ব্যবহারকারী @সোশাল হলিক একই ধরনের বার্তা পুনরায় টুইট করে এর কারণ দর্শান: | L'utente Twitter @Social_Holic, dopo aver condiviso il messaggio, commenta: |
34 | যদি আমরা এই লোকগুলোকে শাস্তি না দিয়ে আগের মত বিচরণ করতে দেই, তাহলে তারা আবার সেই একই কাজ করবে। | Se permettiamo a queste persone di uscirne impunite, ripeteranno le loro azioni. |
35 | জনরোষ | Indignazione pubblica |
36 | পুলিশ মামলাটি গোপন করার চেষ্টা করতে পারে এই সন্দেহ, ইতোমধ্যে উত্তপ্ত জনরোষের মাঝে অগ্নি সংযোগ করেছে। | Ciò che ha contribuito ad aumentare ulteriormente l'indignazione pubblica è stato il sospetto che la polizia stesse cercando di sotterrare il caso. |
37 | জাংয়ের প্রাক্তন ম্যানেজার, বর্তমানে একটি বিনোদন এজেন্সির প্রধান মিঃ ইউ প্রথমে জাংয়ের চিঠিগুলো পুলিশের কাছে উপস্থাপন করলে, তারা তার মানসিক সমস্যা আছে দাবি করে এই সব প্রমাণ উপেক্ষা করে। | Quando l'ex-manager di Jang, Mr Yu, ora a capo di un'agenzia di spettacolo, ha consegnato per la prima volta le lettere alla polizia, questa ha affermato che l'uomo aveva problemi mentali e che la sua testimonianza non poteva ritenersi valida. |
38 | টুইটার ব্যবহারকারী জে এইচ. | L'utente Twitter Jay H. |
39 | লিম (@নার্সিম্যান) দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের সতর্ক কারীদের অসম্মান করা সম্পর্কে টুইটারে বলেছেন [কোরিয়ান]: | Lim (@Narciman) scrive riguardo alla tendenza delle autorità sudcoreane di discreditare gli informatori: |
40 | আরটি @এইচসিশিন: আইনজীবী কিম ইয়াং-চুল লি গুন-হুইয়ের দুর্নীতির মামলাটি প্রকাশ করলে স্যামসাংয়ের প্রথম প্রতিক্রিয়া ছিল “তিনি মানসিকভাবে অসুস্থ”। | RT @hcshin:Quando l'avvocato Kim Young-chul rivelò i casi di corruzione di Lee Gun-hui, la prima reazione che ebbe Samsung fu dire “è un malato mentale”. |
41 | [এই মামলায়] জাংয়ের উপস্থাপক [মিঃ ইউ]-কে “মানসিক রোগের জন্যে চিকিৎসারত ব্যক্তি” হিসেবে উল্লেখ করা হয়েছে। | [In questo caso] La polizia si è riferita all'informatore di Jang [Mr Yu] come di “qualcuno sotto cure farmacologiche a causa della sua malattia mentale”. |
42 | কিন্তু পরবর্তীতে তার এই অসুস্থতা সামান্য বিমর্ষতা হিসেবে প্রতীয়মান হয়। জাংয়ের তালিকা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে বলে মনে হয় না। | Solo più tardi si è scoperto che la malattia di cui aveva sofferto era stata semplice depressione. |
43 | অনেক নেট নাগরিকরা তালিকাটির পুরো ও সংশোধন ছাড়া প্রকাশ অসম্ভব বলে মনে করেন, কারণ এতে মানহানির মামলা হতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় ব্যক্তিদের সম্ভাব্য রাজনৈতিক প্রভাবের কারণে তদন্ত কাজ ব্যহত হতে পারে। | Come hanno predetto molti netizen è poco probabile che la lista di Jang sia pubblicata per intero perché comporterebbe cause per diffamazione e le indagini sarebbo ostacolate dalle pressioni politiche da parte delle persone coinvolte. |
44 | টুইটার ব্যবহারকারী মোজিতো (@মোজিতো০) পুনরায় টুইট [কোরিয়ান] করেছেন: | Il processo rischierebbe quindi di essere tirato per le lunghe. L'utente Twitter mojito (@mojito0) scrive: |
45 | আরটি @নিউজপ্রেসো: এস ব্রডকাস্ট জানিয়েছে যে তারা দলিলটিতে জাংয়ের হাতের লেখা সনাক্ত করেছে। | RT @newspresso: La trasmissione S ha annunciato che è stata riconosciuta dai documenti la grafia di Jang. |
46 | কিন্ত এটা আসলেই জাংয়ের হাতের লেখা কিনা তা যাচাই করতে কিছুটা সময় লাগতে পারে। | Ma ci vorrà ancora un po' di tempo per verificare che questi siano stati scritti di suo pugno. |
47 | সতর্ক নেট ব্যবহারকারীরা ঘটনাটির সময়ের ব্যপারে সন্দেহ প্রকাশ করেছে। | Gli utenti net più cauti sollevano sospetti per quanto riguarda il tempismo con cui il caso è stato ripreso. |
48 | দুবছর আগে জাংয়ের তালিকাটি আলোর মুখ দেখলে, এটিকে শোবিজের একটি গুজবের মতো হালকা বিষয় হিসেবে বিবেচনা করা হয়। | Quando la lista di Jang venne alla luce due anni fa fu trattata alla stregua di un qualsiasi gossip del mondo dello showbusiness. |
49 | টুইটার ব্যবহারকারী ইয়ো ওন স্যাং (@৯হিরো) জনগণকে বিভ্রান্ত করার জন্যে ক্ষমতাধর ব্যক্তিদের সেলিব্রিটি স্ক্যান্ডাল-এর (তারকাদের জীবন যাপনে আসা দুর্নামের) ওপর নির্মিত কোরিয়ান চলচ্চিত্র ‘আনফেয়ার ট্রেডিং'-এর উদাহরণ টেনেছেন: | L'utente Twitter Yoo Won Sang(@9hiro) ha ricordato la trama di un film coreano, “Commercio Sleale“, che parla di personaggi di potere che sfruttano gli scandali delle celebrità per distrarre le masse: |
50 | এটা আমাকে ‘আনফেয়ার ট্রেডিং' নামক চলচ্চিত্রটির কথা মনে করিয়ে দেয়, যেখানে দেখানো হয়েছে, একজন বিনোদন শিল্পীর মাদক সেবনের কাহিনী প্রকাশ করে দিয়ে কি ভাবে আপনি আগুন নেভাতে [জটিল পরিস্থিতি এড়াতে] পারেন, ছবিতে সেই কথা বলা হয়েছে। | Questa situazione mi ricorda il film “Commercio Sleale” che racconta di come si possano evitare situazioni complicate puntando i riflettori su semplice un abuso di droga[…] RT @_nu: […] Nessuno si chiede come mai abbiano ritirato fuori questo caso dopo 2 anni. |
51 | […] আরটি @_এনইউ: […] ঘটনা ঘটার দু‘বছর পরে কেন এই মামলা গ্রহণ করা হলো, তার তোয়াক্কা কেউ করেনা। | È il momento di far uscire video hard di gente famosa. |
52 | এখন সময় সেলিব্রিটিদের যৌন ভিডিওচিত্র প্রকাশের। এটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়ছে কি না, এ রকম কিছু ভাবার চেয়ে বড় কথা, বেশীর ভাগ জনগণ এই বিষয়টি এবং দক্ষিণ কোরিয়ার শাসকশ্রেণীর অল্পবয়সী নারীদের এ রকম অন্যান্য নিপীড়ন বন্ধে পদক্ষেপ নেয়া জরুরী মনে করে। | Che sia motivata da interessi politici o meno, la maggior parte delle persone sente il bisogno impellente di far luce sulla questione per porre fine allo sfruttamento di giovani donne come Jang da parte della classe dirigente sudcoreana. |