Sentence alignment for gv-ben-20080710-1047.xml (html) - gv-ita-20080728-180.xml (html)

#benita
1ভারত-আমেরিকা পারমানবিক চুক্তি নিয়ে বিতর্কIndia: monta il dibattito sull'accordo nucleare con gli USA
2বিগত কয়েক মাসে ভারতে উত্তপ্ত বিতর্কের ঝড় বয়ে গেছে আমেরিকার সঙ্গে আসন্ন পারমানবিক চুক্তি নিয়ে।[display_podcast] Da alcuni mesi l'India è teatro di un acceso dibattito sull'accordo per il nucleare con gli USA.
3এই বিষয় নিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের জন্যে প্রধানমন্ত্রী মানমোহন সিং খুব জোরেসোরে লেগেছিলেন।La questione ha visto il premier Manmohan Singh portare avanti un'intensa attività tesa a raccogliere il più ampio consenso politico.
4আদতে, কোন কোন বিশ্লেষক এবং পর্যবেক্ষক মন্তব্য করছেন যে জনাব সিং এমনকি অন্তর্বর্তী নির্বাচনের জন্যেও তৈরি যদি দরকার হয়।Alcuni osservatori e analisti fanno notare come il capo del governo fosse persino disposto a indire un veloce sondaggio nazionale, se necessario.
5বামপন্থী দলের নেতা কমরেড প্রকাশ কারাট, যিনি বর্তমান ক্ষমতাশীন সরকারের একজন গুরুত্বপূর্ণ কোয়ালিশন নেতা, আমেরিকার সাথে এই চুক্তিতে যেতে আগ্রহী নন।Il partito Comunista, guidato dal compagno Prakash Karat, autorevole esponente della coalizione su cui poggia l'esecutivo in carica, non è favorevole all'accordo sul nucleare con gli Stati Uniti.
6দ্যা ইন্ডিয়ান পলিটিকাল ব্লগ লিখছে:Sul tema interviene l'Indian Political Blog:
7তারপর হঠাৎ করে, যেমন বাক্স থেকে যাদুমুর্তি বের হয়ে পরে, তেমনি কংগ্রেস ও প্রধানমন্ত্রী তাদের বোকা বানিয়েছে।E poi d'un tratto salta fuori la sorpresa: battendo la sinistra con una mossa d'astuzia, il premier e il Congresso sembrano avere la meglio.
8… বামপন্থীদের করনীয় এখন কি আছে?… E adesso la sinistra cosa farà?
9তাদের সর্বোচ্চ সংখক সংসদ সদস্য আছে (৫৯ জন), কিন্তু কেরালা দ্রুত তার রাজনৈতিক চিন্তাধারা বদলানোর জন্যে বিখ্যাত, এবং বামপন্থীরা পশ্চিম বঙের স্থানীয় নির্বাচনে কিছূ প্রভাব হারিয়েছে যা বলে দেয় যে পরবর্তী নির্বাচনে সংসদে বামপন্থিদের সিট কমবে।Con 59 seggi vanta una rappresentanza senza precedenti, però si sa che nello stato del Kerala si cambia presto idea, cosa che alle ultime amministrative ha provocato ampie perdite alla sinistra nel Bengala occidentale, facendo già presagire un più che probabile calo di deputati alle prossime elezioni generali.
10এমন কি এখনই মনে হচ্ছে যে তাদের বক্তব্যের আর কোন দাম নেই।L'impressione è che già ora la sinistra conti ben poco.
11গত সপ্তাহে সংসদে সরকার এ বিষয়ে সমর্থন হিসেবে তাদের দরকারী ভোট পেতে সক্ষম হয়েছে বামপন্থীদের নিমরাজী সত্বেও।In quest'ultima settimana, nonostante l'opposizione della sinistra, il governo è comunque riuscito a raccogliere il sostegno e i voti necessari per l'approvazione - si veda l'articolo precedente.
12টাচবেইস একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছে যা ভারত-আমেরিকা পারমানবিক চুক্তি এবং কেন ভারতীয় বামপন্থীরা এর বিরোধিতা করছে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে।Touchbase propone un'analisi demistificante di tutta la questione del nucleare India-USA, a partire dall'accordo 1-2-3 in sé, fino all'opposizione che la sinistra va muovendo alla cooperazione con gli Stati Uniti.
13এই ব্লগ বলছে:Questa la sintesi del suo post:
14এই চুক্তির অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যখন জাতীয় সুরক্ষার ব্যাপারটি আসে।Se si guarda alla sicurezza nazionale l'accordo è pieno di insidie.
15কিন্তু সাথে সাথে এটি ভারতের ক্রমবর্ধমান শক্তির ক্ষুধা নির্বৃত্ত করার চেষ্টা করবে।Al contempo, però, serve al governo indiano per fronteggiare il crescente fabbisogno energetico.
16তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যে এই সংখ্যালঘু সরকারের জন্যে এটি একটি জটিল সময় ।In ogni caso sarà dura per questo governo minoritario arrivare a una decisione definitiva sull'accordo. Secondo il prof. T.
17অধ্যাপক টি টি রামমোহন বিগ পিকচার ব্লগে বলছেন ভারত-আমেরিকা পারমানবিক চুক্তি দেশপ্রেমের একটি পরীক্ষা হয়ে দাড়িয়েছে।T. Ram Mohan di Big Picture la questione dell'accordo è stata ridotta a un esercizio di patriottismo.
18তিনি পারমানবিক চুক্তি নিয়ে দুটি বিপরীতধর্মী মতবাদ দেখিয়েছেন এবং এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে:Dopo aver sintetizzato i due opposti punti di vista, conclude come segue:
19চেলানী ঠিক বলছেন।Ha ragione Chellaney.
20এই চুক্তি চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবেলায় আমেরিকার সাথে একটি কৌশলগত মৈত্রী সম্পর্ক স্থাপন এবং একে রাজনৈতিক এবং কুটনৈতিক বাধ্যবাধকতার জন্যে শক্তি উৎপাদনের নিমিত্ত বলে দেখানো হচ্ছে।L'accordo punta a creare un'alleanza strategica con gli Stati Uniti onde contrastare l'ascesa della Cina, mentre per ragioni meramente politiche e diplomatiche viene presentato come un protocollo energetico.
21এই কৌশলগত মৈত্রী সম্পর্কের আসল সুবিধা বোঝা যাবে যখন বেশ কিছু দ্বৈত ব্যবহার্য পারমানবিক প্রযুক্তি ভারতের কাছে স্থানান্তরিত হবে এবং ভারতের পারমানবিক স্ট্যাটাসের পরিবর্তন না হলে এই স্থানান্তর সম্ভব নয়।La vera portata di quest'accordo strategico sta nel trasferimento di tutta una serie di tecnologie avanzate [dette ‘dual-use'] - tecnologie impossibili da trasferire se non rivedendo lo status di potenza nucleare assegnato all'India.
22আমেরিকার কংগ্রেসে এই চুক্তি পাশ করার আগে আরও বেশ কয়েকটি ধাপ রয়েছে।Saranno necessari ancora un paio di passaggi per la ratificazione dell'accordo da parte del Congresso americano.
23এই ধাপগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পারমানবিক শক্তি এজেন্সি এবং পারমানবিক সরবরাহ দল এর সমর্থন লাভ।Occorre prima l'approvazione dell'AIEA (Agenzia Internazionale per l'Energia Atomica) e poi quella del gruppo di Paesi fornitori di materiale nucleare (Nuclear Supplier's Group).