Sentence alignment for gv-ben-20110122-15056.xml (html) - gv-ita-20110201-30681.xml (html)

#benita
1ভিডিও: বিশ্বের ঐতিহ্যবাহী জুতা নির্মাতারা
2ছবির মালিক হুগো এস্তেভেস সিসি/বাইL'arte dei calzolai del mondo tramandata grazie a YouTube
3আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেই সব কারুশিল্পী বা কারিগরদের উপর নজর দেব, যারা এখনো মেশিনে নয়, হাতে জুতা তৈরি করে।
4মেক্সিকো থেকে জাপান পর্যন্ত' আমরা হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জুতা, স্লিপার (ঘরের ভেতর পড়ার জন্য বিশেষ পাদুকা) এবং স্যান্ডেল কি ভাবে বানানো হয় তার উপর নজর দেব।
5আমাদের যাত্রা শুরু হচ্ছে মেক্সিকো থেকে।Foto di Hugo Esteves ripresa con licenza Creative Commons Attribution 2.0 Generic
6রারামুরি ইন্ডিয়ান মানে হচ্ছে যে খুব দ্রুত দৌড়ায় এবং এটি সেই সমস্ত দৌড়বিদদের মনোযোগ আকর্ষণ করে, যারা বিশ্বাস করে ঐতিহ্যবাহী হুয়ারাচেস নামে পরিচিত তারাহুমারাস-এর জুতা পড়ে হাঁটলে, তা তাদের সর্বোচ্চ গতি এনে দেবে এবং প্রতিকূলতাকে জয় করবে।
7উপরের এই ভিডিও আমাদের প্রদর্শন করছে, একজন তারাহুয়মারা ইনডিয়ান তার ঐতিহ্যবাহী হুয়ারাচেস-এর ফিতা বাঁধছে।I protagonisti di questi video sono artigiani di tutto il mondo che continuano a produrre, anche al giorno d'oggi, calzature fatte a mano.
8নীচের ভিডিওটি আমাদের প্রদর্শন করছে যে এক নতুন ধরনের হুয়ারাচেরসা স্যান্ডেল তৈরি করা হচ্ছে।Dal Messico al Giappone, vedremo come tuttora vengono costruiti alcuni tipi di scarpe, babbucce e sandali.
9এটি করছে নগ্নপদে এই সাইট চালানো ইনভেজিবলশু।Il nostro viaggio inizia dal Messico.
10জাপানিদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী স্যান্ডেল। নীচে প্রদর্শন করা পর পর কয়েকটি ভিডিও দেখাচ্ছে, কি ভাবে জোরি [জাপানী ভাষায় ], ওয়ারাজি (দ্বিতীয় ভিডিওর দুটি অংশ, ১ এবং ২ নম্বর ভিডিও) এবং গেটা স্যান্ডেল (যা তিন নম্বর ভিডিওর ২.I Tarahumara [it], nella loro lingua, si definiscono Rarámuri [en, come gli altri link, eccetto ove diversamente segnalato], termine che significa “coloro che corrono veloci” e che per questa ragione ha attirato l'attenzione degli sportivi: si dice infatti che camminando avendo ai piedi le huarache, tradizionale calzatura locale, si possa ereditare la loro velocità e resistenza.
11২৮ মিনিট পর থেকে শুরু হচ্ছে) বানাতে হয়। বিশেষ কাঠের পাদুকা বা ক্লোমপেন বছরের পর বছর হল্যান্ডের নিজস্ব এক পরিচয় এবং প্রতীক হয়ে রয়েছে।Nel video precedente, un Tarahumara si allaccia le tradizionali huarache; in quello seguente invece vediamo una reinterpretazione moderna di questa calzatura, riadattata da un sito di estimatori della corsa a piedi nudi: InvisibleShoe.
12এখানে আমরা দেখতে পাব কি ভাবে তারা সাধারণ হাত চালানো যন্ত্রপাতি দিয়ে ঐতিহ্যবাহী প্রথায় এই খড়ম তৈরি করছে।Anche i giapponesi hanno i loro sandali tradizionali: i video successivi mostrano come creare rispettivamente gli zori [jp], i waraji [it] (1 e 2) e i geta (dal minuto 2.28):
13এই ছোট্ট ভিডিওটি আমাদের সিঙাপুরে যে চার ধরনের ঐতিহ্যবাহী পুতির মাধ্যমে স্লিপার তৈরি হয়, তার একটির প্রস্তুতকারককে দেখাচ্ছে:Gli zoccoli di legno, chiamati anche clog o klompen, sono da sempre tra i simboli più conosciuti dell'Olanda.
14হাতে কেবল যে ঐতিহ্যবাহী জুতা হাতে তৈরি হয়, তা নয়।Qui vediamo come vengono costruiti tradizionalmente, usando utensili manuali:
15যেমনটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাব যে, শ্রীলংকার মুচিরা আধুনিক জুতা তৈরির জন্য তাদের দক্ষতাকে কাজে লাগাচ্ছে:Questo filmato mostra uno dei quattro artigiani di Singapore che produce le babbucce tradizionali Peranakan, ornate di perline: A essere fabbricati a mano non solo i modelli tradizionali, come si può vedere in questo video.
16সর্বশেষ ভিডিও, যা অন্যগুলোর মতই আকর্ষণীয়।In Sri Lanka, le tecniche tradizionali sono impiegate anche per produrre calzature moderne:
17এই ভিডিওতে এক বিশেষ ধরনের জুতা প্রদর্শন করা হচ্ছে, যা অনেক ছোট্ট শিশুর স্বপ্ন। এর নাম পয়েন্টে ব্যালেরিনা শু বা ব্যালে নাচের জুতা।Infine, ecco la produzione di una scarpa speciale che rappresenta il sogno di molte ragazzine in tutto il mondo: la scarpetta da punta, nota anche come ballerina.