Sentence alignment for gv-ben-20101213-14019.xml (html) - gv-ita-20101210-27587.xml (html)

#benita
1আফ্রিকা: সংস্কৃতিক প্রতিকৃতিকে রিমিক্স রেডিও এবং ভিডিওর রঙে রঙ করাAfrica: produzione di ritratti culturali attraverso il riutilizzo di file radio e video
2Radio Continental Drift [en, come ovunque nel seguito se non diversamente indicato] diffonde una proposta interessante: a partire da file audio creati in corsi di produzione radio e clip girati in diverse città del Kenya e dell'Uganda, i curatori del sito hanno rielaborato una serie di video con l'intento di alimentare la conversazione sui temi dell'attivismo, della cultura e delle arti in Africa.
3রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট একটি কৌতুহলজনক প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছে: রেডিওর কর্মশালার অডিও বা শব্দ আর কেনিয়া আর উগান্ডার ভিডিও শট নিয়ে তারা বেশ কয়েকটি রিমিক্স ভিডিও তৈরি করেছে।Lo spirito che anima i video è quello di far circolare i file audio che sono stati prodotti su licenza Creative Commons Share-alike [Condividi allo stesso modo], nella speranza che questi possano ispirare altre persone a rielaborarli e distribuirli.
4এর উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এক্টিভিজম, সংস্কৃতি এবং শিল্প নিয়ে আলোচনা জোরদার করা।Come viene spiegato nel post dallo stesso blog intitolato An Ear on the Ground:
5এই ভিডিওর পেছনে যে যে সব উক্তি তার উদ্দেশ্য, এ সব নিয়ে অডিওর প্রচার শুরু করা।[I file] sono archiviati come parte di un viaggio a parole verso l'“Africa” & i corsi itineranti di produzione audio che si svolgono in tutto il continente.
6এসব কিছু ক্রিয়েটিভ কমন্স শেয়ার এলাইক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে এই আশায় যে, তারা এগুলোর রিমিক্সে অন্যদের উৎসাহিত করতে পারবে।Gli elenchi (playlists) audio caricati nell'archivio digitale www.archive.org hanno lo scopo di introdurre artisti & associazioni e le scene culturali, socio-politiche e di attivismo incontrate da Radio Continental Drift (RCD) nel corso del tempo.
7যেমনটা তারা তাদের এক পোস্ট মাটিতে এক কান-এ (এন আর অন দি গ্রাউন্ডে) ব্যাখ্যা করেছে:In questo post RCD condivide una fotografia scattata a Nairobi che descrive un processo di caricamento online di contenuti multimediali:
8“আফ্রিকার” উপর চলতে থাকা এই আলাপচারিতা মূলক আলোচনার যাত্রা শুরুর অংশ হিসেবে এক সংগ্রহশালা গড়া হয়েছে এবং সারা মহাদেশ জুড়ে ‘রাস্তায় অডিও প্রচার মাধ্যম কর্মশালার' ব্যবস্থা করা হয়েছে।
9ডাব্লিডাব্লিউডাব্লিউ. আর্কাইভ.Archiviazione e uploading di contenuti per Radio Continental Drift
10অর্গ-এর যে অডিওর তালিকা রয়েছে সেগুলো শিল্পী এবং সংগঠক এবং সংগঠন, সংস্কৃতি, একটিভিস্ট এবং সামাজিক রাজনৈতিক ধারণার উপর করা।
11বিভিন্ন সময়ে রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট এসবের মুখোমুখি হয়েছে।Quello che segue è uno dei clip della serie chiamata “trailer per un road-movie”.
12এই পোস্টে, নাইরোবি থেকে কি ভাবে এক উপাদান এখানে তুলে দেয়া হয়েছে, তারা সেই প্রক্রিয়ার ছবি আমাদের প্রদর্শন করছে:Registrato a Nairobi, in Kenya, il video mescola musica e interviste sui temi del consumo, dell'avidità, della celebrità e delle droghe:
13রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টের জন্য সংগ্রহশালা তৈরি করা এবং তা উঠিয়ে দেওয়াIl video che segue fa pensare a uno stream of consciousness su reggae, violenza e sviluppo:
14পরবর্তীটি রেগে বা দ্রুত লয়ের সঙ্গীতের ধারা, সংঘর্ষ, এবং উন্নয়নের উপর এক চেতনা প্রবাহের মত অনুভূতির জন্ম দেয়:Da Kampala, in Uganda vengono i due clip seguenti, sulla musica e sulla saggezza che si può trovare nelle canzoni:
15উগান্ডার রাজধানী কাম্পালা থেকে সঙ্গীত এবং জ্ঞানের উপর এই পরবর্তী দুটি ভিডিও এসেছে, যা কিনা গানের মধ্যে দিয়ে পাওয়া যাবে:Maggiori informazioni si possono trovare sul blog, Radio Continental Drift, dove sono presenti anche i link alle fonti inedite che possono essere elaborate e rimixate.
16এ বিষয়ে আরো তথ্য তাদের ব্লগ রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টে পাওয়া যাবে, সেখানে তারা সম্পাদনাহীন উৎসের লিঙ্ক দিয়ে দিয়ে যা কিনা রিমিক্স করা যাবে।