# | ben | ita |
---|
1 | ফিলিস্তিনের স্বপক্ষে বিশ্বঃ প্রতিটি মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ | Il mondo sta con la Palestina: proteste contro la guerra in tutti i continenti |
2 | সম্প্রতি যখন থেকে গাজায় ইজরায়েল হামলা চালানো শুরু করেছে, সেদিন থেকে ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের অজস্র শহরে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে এবং চলমান এই হামলা বন্ধের দাবী জানানো হচ্ছে। | Dai giorni dell'ultima offensiva israeliana contro Gaza, le proteste sono scoppiate in moltissime città in tutto il mondo, per supportare la Palestina e chiedere la fine degli attacchi. |
3 | ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রদর্শনের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি প্রদানের জন্য এই সমস্ত বিক্ষোভ নথিভুক্ত করার লক্ষ্যে একটি টাম্বলার একাউন্ট তৈরী করা হয়েছে। | Riconoscendo la necessità di solidarietà, è stato creato un account tumblr [en] per documentare questte proteste. |
4 | ছদ্মনামের এই একাউন্ট থেকে বিবৃতি প্রদান করা হয়েছে যে এটি তৈরীর উদ্দেশ্য হচ্ছে ইজরায়েল-এর এই চলমান হামলা এবং সামগ্রিক শাস্তি প্রদানের ঘটনায় ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রর্দশনের “ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ”। | L'account, anonimo, dichiara come suo scopo la raccolta di “foto, video e notizie dalle manifestazioni in solidarità con la Palestina durante gli attacchi israeliani e la condanna collettiva a tutto ciò.” |
5 | সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে থেকে সামান্য কয়েকটি ছবি নীচে তুলে ধরা হল। | Le immagini seguenti sono solo alcune delle manifestazioni che hanno avuto luogo su tutto il globo. |
6 | “ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ, গাজার জন্য বিক্ষোভে পরিণত হয়েছে-জুলাই ১২, ২০১৪।” | “Protesta per la coppa del mondo in Brasile diventa per protesta per Gaza” - 12 luglio 2014.” |
7 | কাবুল, আফগানিস্তান-জুলাই ১৩, ২০১৪। | Kabul, Afghanistan - 13 luglio 2014. |
8 | হায়দ্রাবাদ, ভারত-জুলাই ১৩, ২০১৪। | Hyderabad, India - 13 July 2014. |
9 | হেলসিঙ্কি, ফিনল্যান্ড-জুলাই ১২, ২০১৪। | Helsinki, Finlandia - 12 luglio 2014. |
10 | ইস্তাম্বুল, তুরস্ক-জুলাই ১২, ২০১৪। | Istanbul, Turchia - 12 luglio 2014. |
11 | সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র )-জুলাই ১২, ২০১৪। | San Francisco, CA (US) - 12 luglio 2014. |
12 | সিউল, দক্ষিণ কোরিয়া-জুলাই১২, ২০১৪। | Seoul, Corea del Sud - 12 luglio 2014. |
13 | দি হেগ, নেদারল্যান্ডস-জুলাই ১২, ২০১৪। | The Hague, Olanda - 12 luglio 2014. |
14 | জাপান-জুলাই ১২, ২০১৪। | Giappone - 12 luglio 2014. |
15 | “দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দখলদারিত্বের মাঝে যন্ত্রণা ভোগ করা ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনে আজকে এক শোভাযাত্রা বের করেছে। | “Oggi, le persone del Sudafrica hanno marciato in supporto dei palestinesi che stanno soffrendo sotto l'occupazione. |
16 | নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন “ আমরা খুব ভালো ভাবে জানি যে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ”। | Nelson Mandela una volta ha detto “noi sappiamo troppo bene che la nostra libertà è incompleta senza quella dei palestinesi.” |
17 | কাজে আজ আমরা কণ্ঠস্বরহীন নাগরিকদের কণ্ঠস্বর প্রদানে উঠে দাঁড়িয়েছি-জুলাই ১৩, ২০১৪। | Per questo oggi ci siamo alzati in piedi per essere la voce di chi una voce non può averla. |
18 | ইন্দোনেশিয়া-জুলাই ১২, ২০১৪। | ” - 13 luglio 2014. |
19 | “শুক্রবার, ১১ জুলাই ২০১৪-এ মন্ট্রিলে অনুষ্ঠিত গাজার প্রতি একাত্মতা বিক্ষোভ-এ বিক্ষোভকারীরা বিশ্বের সবচেয়ে লম্বা ফিলিস্তিনি পতাকা হাতে ধরে রাখে।” | Indonesia - 12 luglio 2014. “Manifestanti a Montreal reggono la più lunga bandiera palestinese del mondo, durante una manifestazione di soliderietà per Gaza venerdì 11 luglio 2014.” |
20 | মালদ্বীপ-জুলাই ১২, ২০১৪। | Maldive - 12 luglio 2014. |
21 | তিউনিস, তিউনিসিয়া-জুলাই ১৩, ২০১৪। | Tunisi, Tunisia - 13 luglio 2014. |
22 | ভ্যালপারাইজো, চিলি-জুলাই ১২. | Valparaiso, Cile - 12 luglio 2014. |
23 | ২০১৪। বার্লিন, জার্মানি-জুলাই ১২, ২০১৪। | Berlino, Germania - 12 luglio 2014. |
24 | ক্যানবেরা, অস্ট্রেলিয়া-জুলাই ১৮, ২০১৪। | Canberra, Australia - 18 luglio 2014. |
25 | “১২ জুলাই তারিখে গাজার প্রতি একাত্মতা প্রদর্শন করে ক্রাকাও (পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর)-এর একদল নাগরিক এক নীরব প্রতিবাদের আয়োজন করে। | “Il 12 luglio un gruppo di persone ha organizzato una protesta silenziosa a Cracovia - in solidarietà per Gaza. |
26 | বিক্ষোভকারীরা ‘প্রটেকটিভ এজ' নামের ওই হামলায় নিহত সকল শহীদ শিশুর নাম ছাপিয়েছে”। | I manifestanti hanno scritto i nomi di tutti i bambini martirizzati a Gaza durante l'operazione “Protective Edge”.” |