# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস সামিট ২০১০: সান্তিয়াগোর কাউন্টডাউন | Global Voices: conto alla rovescia per il Summit a Santiago del Cile |
2 | অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, ক্যাম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, মিশর, ফ্রান্স, গুয়াডালুপ, গুয়াতেমালা, হাইতি, হংকং, ভারত, ইরান, ইটালি, জাপান, কাজাখস্তান, কেনিয়া, লাইবেরিয়া, মেসিডোনিয়া, মাদাগাস্কার, মালাউই, মেক্সিকো, মঙ্গোলিয়া, মরোক্কো, নেদারল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন্স, পোল্যান্ড, পর্তুগাল, পুয়ের্তো রিকো, রাশিয়া, সার্বিয়া, দক্ষিন আফ্রিকা, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাজ্য, ইউক্রেন, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভেনিজুয়েলা, ইয়েমেন। | Angola, Argentina, Armenia, Australia, Bahrain, Bangladesh, Bhutan, Bolivia, Brasile, Cambogia, Canada, Cile, Cina, Colombia, Danimarca, Egitto, Filippine, Francia, Giappone, Guadalupe, Guatemala, Haiti, Hong Kong, India, Iran, Italia, Kazakistan, Kenya, Liberia, Macedonia, Madagascar, Malawi, Marocco, Messico, Mongolia, Nigeria, Olanda, Pakistan, Paraguay, Perù, Polonia, Portogallo, Portorico, Regno Unito, Repubblica Dominicana, Russia, Serbia, Siria, Spagna, Sri Lanka, Sudafrica, Svezia, Svizzera, Taiwan, Tanzania, Trinidad e Tobago, Ucraina, Uruguay, USA, Uzbekistan, Venezuela, Yemen. Questi, in caso ve lo stiate domandando, sono gli oltre 60 Paesi - e l'elenco è in costante crescita - che saranno rappresentati al Global Voices Citizen Media Summit [in] di quest'anno. |
3 | এই দেশগুলো, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি হতে পারে। | Biblioteca di Santiago, sede del Global Voices Citizen Media Summit 2010. |
4 | হ্যা মোট ৬০টিরও বেশী দেশ- আর আরো বাড়ছে- যেসব দেশের প্রতিনিধিরা এই বছরের গ্লোবাল ভয়েসেস নাগরিক মিডিয়া সামিটে যোগদান করবে। | |
5 | বিব্লিওতেকা দে সান্তিয়োগো, গ্লোবাল ভয়েসেস নাগরিক মিডিয়া সামিট ২০১০ এখানে অনুষ্ঠিত হবে। | |
6 | আগামী ২৫ দিনের মধ্যে, ২০১০ সালের ৬ই মে বিশ্বের বিভিন্ন কোনা থেকে প্রায় ২০০ জনের বেশী মানুষ চিলির রাজধানী সান্তিয়াগোর বিব্লিওতেকা দে সান্তিয়োগো পাঠাগারে একত্র হবেন গ্লোবাল ভয়েসেস নাগরিক মিডিয়া সামিট ২০১০ এর জন্য। | |
7 | এতো লোককে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আনা মুখের কথা না। | Foto gentilmente concessa dalla Biblioteca di Santiago |
8 | আর আমরা যারা এই অনুষ্ঠানের পরিকল্পনায় আছি, গত কয়েক মাস এটা ভাবতে চলে গেছে যে লিলোঙ্গোয়ে, কলম্বো, পোর্ট-অ-প্রিন্স আর উলান বাটোর এর মতো শহর থেকে সান্তিয়াগোতে লোক কিভাবে আনা যায়। | Il 6 maggio 2010 oltre 200 persone provenienti dai quattro angoli del pianeta si raduneranno alla Biblioteca di Santiago [sp], a Santiago del Cile, per il Global Voices Citizen Media Summit 2010. |
9 | এছাড়াও রয়েছে হোটেলে কামরা ঠিক করা, ভিসা আবেদনে সহায়তা করা আর সব থেকে গুরুত্বপূর্ণ সামিটের কাঠামো আর অনুষ্ঠানসূচি বানানো আর ঝালাই করা - তারপরে আবার সেটাকে পরিবর্তন করা। এই বছরের অনুষ্ঠানের মধ্যে থাকবে প্লেনারি আলোচনা, বিষয় ভিত্তিক ছোট ছোট দল, উন্মুক্ত ‘নৈমিত্তিক কনফারেন্স' ধরণের অনুষ্ঠান আর হাতে কলমে প্রশিক্ষণ। | Spostare un tale numero di persone su tutto il globo richiede un bel po' di lavoro: noi che facciamo parte del team organizzativo abbiamo trascorso gli ultimi mesi pensando a come far arrivare a Santiago persone da città come Lilongwe, Colombo, Port-au-Prince e Ulan Bator prenotando stanze d'albergo, occupandoci dei visti e, soprattutto, scrivendo e riscrivendo il format e il programma del Summit [in]. |
10 | সেরা নাগরিক মিডিয়া প্রকল্পগুলোকে দশ মিনিটের মধ্যে উপস্থাপনের ব্যাপারটি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে। | E poi riscrivendolo di nuovo. Il programma di quest'anno prevederà discussioni plenarie, gruppi di accoglienza tematici, sessioni aperte stile “non conferenze” [it] e workshop pratici di formazione. |
11 | আমরা এটি ধারণ করে অনলাইনে প্রকাশের ব্যবস্থা করবো, আপনারাও সাথে সাথে অংশগ্রহণ করতে পারবেন। | Gli eventi saranno inframmezzati da presentazioni di dieci minuti dedicate a progetti significativi di citizen media. |
12 | এই সামিট লব্ধ জ্ঞান আর মতামত সংক্রান্ত সমগ্র প্রক্রিয়ার পাশাপাশি অনুষ্ঠানের খবর ভাষান্তর আর প্রকাশ করবো আমরা। | |
13 | আমরা উৎসুক আছি প্রথম গুগুল/গ্লোবাল ভয়েসেস ব্রেকিং বর্ডারস পুরষ্কারের ফলাফলের জন্য, যেটা সামিটের প্রথম দিন ৬ই মে বিকেলে অনুষ্ঠিত হবে। | Prevediamo inoltre la partecipazione online in tempo reale, e la digitalizzazione, traduzione e pubblicazione dei dibattiti e delle scoperte che risulteranno dal meeting. |
14 | এই পুরষ্কার বাক প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করা সেরা অনলাইন প্রচেষ্টা গুলোকে তুলে ধরার চেষ্টা করে, আর বিজয়ীদের সান্তিয়াগোতে নিয়ে যাওয়া হবে সামিট আর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য। | Parecchia l'attesa anche per l'annuncio dei risultati del primo Google/Global Voices Breaking Borders Award [in] che si svolgerà il pomeriggio del primo giorno del Summit, il 6 maggio. |
15 | আপনারা যদি আমাদের সাথে সান্তিয়াগোতে যোগ দিতে চান, আমাদের এখনো কিছু স্থান খালি আছে। | Il premio è un riconoscimento a iniziative online d'eccezione mirate a promuovere la libertà di espressione. |
16 | আপনারা সামিটের ওয়েবসাইট এর মাধ্যমে নিবন্ধন করতে পারেন, যেটা স্প্যানিশ ভাষাতেও পাওয়া যাচ্ছে। | I vincitori voleranno a Santiago per prendere parte al Summit e alla cerimonia di premiazione. |
17 | নিবন্ধনের মূল্য মাত্র ৭৫ আমেরিকান ডলার যেটা দু'দিনের অনুষ্ঠানে অংশগ্রহণের খরচ। | Se volete raggiungerci a Santiago e unirvi a noi, c'è ancora posto! |
18 | আর চিলির নাগরিকদের জন্য বিশেষ মুল্য ৪০ আমেরিকান ডলার ৪০ (সিপিএল ২২,৫০০)। | Potete registrarvi sul sito web del Summit [in], disponibile anche in spagnolo [sp]. |
19 | যদি আপনারা আমাদের সাথে যোগ দিতে চান, কিন্তু চিলিতে উপস্থিত হতে পারছেন না, আমরা অনুষ্ঠানের অংশবিশেষ সরাসরি ইন্টারনেট স্ট্রীমে প্রকাশ করবো ৬-৭ই মেতে। | La registrazione costa 75 dollari e dà diritto a partecipare ai due giorni dell'evento. Per i residenti in Cile la tariffa è di 40 dollari (22,500 pesos cileni) [in]. |
20 | এছাড়াও গ্লোবাল ভয়েসেস সদস্যদের লেখা ব্লগ পোস্টও দেখতে পারেন আর সামিটের ওয়েবে আমাদের বক্তাদের সম্পর্কে জানুন। | Per chi vorrebbe esserci di persona, ma non ce la fa, trasmetteremo online alcuni spezzoni del programma in diretta il 6 e 7 maggio. |
21 | টুইটার আর ফেসবুকে আমাদের অনুসরণ করতে পারেন। সামিট সম্পর্কে আরো সংবাদ শীঘ্রই জানাব! | E non mancheranno certo gli aggiornamenti tramite post [in] sul sito web del Summit, via Twitter [in] e su Facebook [in]. |
22 | গ্লোবাল মিডিয়া নাগরিক মিডিয়া সামিট ২০১০ সম্ভব হচ্ছে গুগুল, ম্যাকআর্থার ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ইন্সটিটিউট, নাইট ফাউন্ডেশন, হিভোস, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আর ইয়াহু। এছাড়া সমর্থন আছে ফাউন্ডেসিও চিওদাদানো ইন্টেলিজেন্টে আর অবসার্ভার্তোরিও দে কমিইনিকেশিওন্স ডিজিটেলেস সংস্থাগুলোর। | Il Global Voices Citizen Media Summit 2010 è reso possibile da Google [it], MacArthur Foundation [in], Open Society Institute [in], Knight Foundation [in], Hivos [in], Bill & Melinda Gates Foundation [in] e Yahoo [it], con il supporto di Fundacion Ciudadano Inteligente [sp] e Observatorio de Comunicaciones Digitales [sp]. |