Sentence alignment for gv-ben-20141105-45414.xml (html) - gv-ita-20141113-93549.xml (html)

#benita
1রাশিয়ার ২০১৮ ফুটবল বিশ্বকাপের লোগো নিয়ে মজা করাRussia: i netizen ironizzano sul logo della Coppa del Mondo di Russia 2018
2২০১৮ বিশ্বকাপের লোগো নিয়ে মজা করা।Una parodia del logo dei Mondiali 2018.
3ছবি সম্পাদনা কেভিন রথরক-এর।Immagini modificate da Kevin Rothrock.
4গতকাল, মাটি থেকে ২০০ মাইল উপরে আগামী ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো উন্মোচনের সময় মানবিকতা এক চূড়ায় উঠে, যা এখন থেকে চার বছরেরও কম সময়ের মধ্যে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।Il 28 ottobre, a più di 200 miglia (320 kilometri) dal Pianeta Terra, l'umanità ha dato uno sguardo al logo ufficiale della prossima Coppa del mondo FIFA 2018 [it], che si svolgerà in Russia tra meno di quattro anni.
5এই লোগো উন্মোচনের জন্য রাশিয়াও এক অনুষ্ঠানের আয়োজন করে, আর পৃথিবীর বাইরে আন্তর্জাতিক মহাশূন্য ষ্টেশনের তিন নভোচারী এই দায়িত্ব পালন করে।Il paese ha presentato il logo in maniera alquanto spettacolare, chiedendo a tre cosmonauti di mostrarlo direttamente dalla Stazione Spaziale Internazionale.
6ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচনের দৃশ্যটি রুশ টেলিভিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সরাসরি প্রদর্শিত হয়।Le riprese del logo della famosa competizione calcistica sono andate in onda [ru, come tutti i link seguenti] in diretta live sulle televisioni russe, in prima serata.
7এর ঠিক পরপর ক্রীড়া কর্মকর্তারা এক দারুণ আলোক সজ্জা দিয়ে বলশয় থিয়েটারকে মুড়ে দেয়, সাথে বিশ্বকাপ ট্রফির ব্রাজিল থেকে রাশিয়ায় আসার বিষয়টি বর্ণনা করা হতে থাকে।Subito dopo, i dirigenti sportivi hanno utilizzato la facciata del teatro Bolshoi per un incredibile spettacolo di luci, che raccontava la migrazione della Coppa dal Brasile alla Russia
8যা একক ভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেই ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারা বিশ্ব প্রেক্ষাপটে নিঃসন্দেহে রাশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষ করে বিগত কয়েক মাসে মস্কোর সুনাম যে ভাবে ক্ষুণ্ণ হয়েছে তার প্রেক্ষাপটে, শোচি শীতকালীন অলিম্পিকে রাশিয়া যে সুনাম অর্জন করেছিল ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের পর তা ধুয়ে মুছে গেছে।Ospitare la Coppa del mondo, l'evento sportivo più popolare del pianeta, sarà sicuramente un momento importantissimo per la Russia nel palcoscenico mondiale, dato che la reputazione di Mosca ha sofferto parecchio negli ultimi mesi, dopo che le violenze in Ucraina hanno spazzato via quasi tutte le buone impressioni lasciate dalle Olimpiadi Invernali di Sochi.
9নিঃসন্দেহে রাশিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝেও সুনামের ঘাটতি রয়েছে, এবং ২০১৮ সালের বিশ্বকাপের লোগো জনসম্মুখে প্রকাশ হওয়ার সাথে সাথে তা এদের ঠাট্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।La buona volontà scarseggia tra gli utenti dei social network russi, bisogna ammetterlo, e il logo della Coppa del mondo 2018 è subito diventato oggetto di parodie, non appena è stato reso pubblico.
10রুনেট ইকো, এই ঘটনায় রুশ ভাষী টুইটারে প্রকাশ হওয়া কিছু রসিকতা প্রকাশ করেছে।RuNet Echo mostra alcune battute che stanno circolando in lingua russa su Twitter.
11pic.twitter.com/01t2JzSStGpic.twitter.com/01t2JzSStG
12- Лентач (@oldLentach) October 28, 2014- Лентач (@oldLentach) October 28, 2014
13হৃদয় উষ্ণ করাCommovente.
14pic.twitter.com/mBR28YWx12pic.twitter.com/mBR28YWx12
15- _ (@sobaka__) October 28, 2014- _ (@sobaka__) October 28, 2014
16অন্য [দৃষ্টিভঙ্গি] দিয়ে দেখা ফুটবল বিশ্বকাপ ২০১৮Coppa del Mondo 2018 [vista] dall'altro lato.
17আহহাAhahhah.
18এইটিও বেশ ভাল ভাবে বানানো হয়েছেAnche questa è fatta davvero bene. :)
19স্বয়ং এই লোগোটি আদতে রুশদের তৈরী নয়।Il logo, in realtà, non è stato creato in Russia.
20ব্রান্ডিয়াসেন্ট্রাল নামের পর্তুগালের একটি ব্রান্ডিং এজেন্সি বা বিজ্ঞাপনী সংস্থা এই লোগোটি তৈরী করে, যারা কয়েকটি রুশ সহ ছয়টি কোম্পানিকে পরাজিত করে এই দায়িত্ব পেয়েছিল।Il logo è opera di BrandiaCentral, una brand agency portoghese che ha lavorato anche per altre sei aziende, comprese alcune società russe.