# | ben | ita |
---|
1 | সংকটপূর্ণ সময়ের চিত্রকলা | Graffiti in tempo di crisi |
2 | গ্রাফিটিই শব্দটি গ্রীক শব্দ গ্রাফেইন থেকে এসেছে, যার অর্থ হল লেখা। | La parola graffiti viene dal greco graphein che significa scrivere. |
3 | আধুনিক গ্রাফিটি ১৯৬০ সালে নিউইয়র্কে হিপ-হপ গানের অনুকরণে সৃষ্ট। | I graffiti moderni sono nati negli anni 60 a New York [es] e sono stati inspirati dalla musica hip-hop. |
4 | একজন চিত্রশিল্পীর গ্রাফিটি স্বাক্ষর তার নাম ও খ্যাতির উপর নির্ভর করে। | Il numero di graffiti firmati che ha un artista dipende dalla reputazione e dalla fama dell'artista. |
5 | যদিও মাঝে মাঝে এ ধরণের চিত্রকলা রাডার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এবং কর্তৃপক্ষের গ্রাফিটি, পথচিত্র মুছে ফেলার জন্য অনেক অর্থব্যয় সত্ত্বেও এটি অনেক দেশে ছড়িয়ে গেছে এবং অনেক শহরেই সুশীল সমাজে জনপ্রিয় হয়েছে। | Benchè a volte questo tipo di arte è rimasto al di sotto del radar, e nonostante il fatto che le autorità hanno speso molti soldi nel cancellare i graffiti, l' arte di strada si è diffusa in altri paesi ed è diventata popolare negli spazi urbani in molte città. |
6 | কিছু গ্রাফিটি ব্যক্তিগত বার্তা দ্বারা প্রকাশিত, কিছু শৈল্পিকভাবে প্রকাশিত। | Alcuni sono scarabocchi con messaggi personali, e altri sono vere opere d'arte. |
7 | অর্থনৈতিক সংকটের এই সময়ে গ্রাফিটি শিল্পের সামাজিক চাহিদা বাড়ছে, এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। | In questo periodo di crisi economica l'arte dei graffiti abbonda di rivendicazioni sociali, e che piaccia o no, è diventata parte della nostra vita quotidiana. |
8 | অনেক ওয়েবপেজ এ ধরণের পথচিত্রের উপর তথ্য প্রকাশ করছে, যেমন ফোগোনাজস, এখানে কিছু পথচিত্রের সংগ্রহ দেখা যায়ঃ | Molte pagine web hanno dedicato i loro contenuti per mostrare questo tipo d'arte di strada, come il blog Fogonazos [es], del quale una raccolta può essere vista qui: |
9 | “তাদেরকে মাদক খেতে দাও” শিরোনামে নিউইয়র্কের এই গ্রাফিটি। | “Lasciamogli mangiare crack” dice questo graffito a New York. |
10 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ওমিসোর সৌজন্যে। | Immagine dell'utente Flickr Omiso. |
11 | ভেনেজুয়েলার কারাকাসের একটি ভবনের বহিরাংশে উড়ন্ত টাকা। | Denaro che vola sull'esterno di un edificio a Caracas, Venezuela. |
12 | যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অঙ্কিত। | Disegnato a Manchester, UK. |
13 | “ধনী ও ক্ষমতাবানরা আমাদের উপর মূত্রত্যাগ করে আর মিডিয়া আমাদের বলে যে বৃষ্টি হচ্ছে”। | “I ricchi e i potenti pisciano su di noi e i media ci dicono che sta piovendo”. |
14 | লন্ডনে সংকট বমি। | Rigettando la crisi a Londra. |
15 | নিচের ছবিগুলো (লেখক কর্তৃক সংগৃহীত) দক্ষিণ স্পেনের গ্রেনাডায় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে ছবি ও কথা সম্বলিত গ্রাফিতির জোয়ার দেখিয়েছে। | Queste foto sotto (fatte dall'autore) mostrano l'ondata di graffiti che può essere vista camminando per Granada, nella Spagna meridionale, le convincenti immagini e frasi fanno riferimento al sistema politico ed economico del paese. |
16 | তৃতীয় ছবিতে, যে কেউ পিপি (স্প্যানিশ পপুলার পার্টি) এবং পিএসওই (স্প্যানিশ সোশ্যাল ওয়ার্কার্স পার্টি) - এর চিঠি দেখতে পারবে। | Nella terza foto, si possono vedere le lettere PP (Partito Popolare Spagnolo) e PSOE (Partito Socialista Spagnolo dei lavoratori). |
17 | স্পেনের সবচেয়ে জনপ্রিয় দুটি রাজনৈতিক দলের সংক্ষিপ্ত রূপ একই প্রতীক দ্বারা দৃশ্যমান পাবে; এখানে বলা হয়েছে যে এই দুটি দল একই, যা দুই-দল নিয়ম মেনে চলে। | Le abbreviazioni dei partiti politici più popolari in Spagna appaiono disordinate con un logo solo: un modo per dire che i due partiti sono la stessa cosa, una denuncia al sistema bipartitico. |
18 | এখানে যে কেউ মুরগির একটি প্রাচীর দেখতে পাবে যেখানে শিরোনাম “গেন্তে প্রেসা, মারকাদো লিবরে” (একটি উন্মুক্ত বাজারে জনগণ হল শিকার)। | Anche nell'altra foto si vede un muro nella città con dei polli e la didascalia “Gente presa, mercado libre” (Le persone diventano prede nel mercato libero). |
19 | “আনন্দের ভোগ” | “Consumo felice” |
20 | “সরকারী [শিক্ষা]'র পক্ষে” | “In defesa della pubblica [istruzione]” |
21 | “শিক্ষা বিক্রয়ের জন্য নয়” | “L'istruzione non si vende” |
22 | এলেনা অ্যারোন্তেসের সৌজন্যে | Foto di Elena Arrontes |
23 | মাদ্রিদে আপনি প্রায়ই বস্কের শিল্পী আলবার্তো বাস্তেরেশিয়ার গ্রাফিতি খুঁজে পাবেন, যিনি সাত বছরেরও বেশি আগে কবিতা লেখা শুরু করেছিলেন। | A Madrid si possono spesso trovare i graffiti del ben noto artista basco Alberto Basterrechea, che ha iniziato a scrivere poesia più di sette anni fa. |
24 | তিনি নিওরাবায়োসো এবং বাতানিয়া নামে দুটি ব্লগের লেখক যেখানে তিনি রাজধানী শহরে দেয়ালে তার কাজগুলোর ছবি প্রকাশ করেন। | E' autore di due blog intitolati Neorrabioso e Batania dove presenta foto dei suoi versi tappezzati sui muri della capitale. |
25 | তার কাব্যগুলো প্রায়ই ব্যক্তিগত ভাবে সেগুলোর সমর্থনে লিখিত, যা আমরা এই ছবিগুলোতে দেখতে পাইঃ | Le sue poesie tendono ad avere un taglio personale oppure spesso hanno un tono interrogativo, come si vede nella foto seguente: |
26 | ““কনফিয়ানজা ও কন ফিয়ানজা?” | “¿Confianza o con fianza?” |
27 | (বিশ্বাস নাকি অর্থ?) সান্তান্দার ব্যাংকের দেয়ালে লিখিত কথা, নিওরাবায়োসোর সৌজন্যে। | (Fiducia o finanza?) un gioco di parole sul muro della banca Santander, fotografia di Neorrabioso. |
28 | “কিসের মুক্তি, কার সমান, কবে ভ্রাতৃত্ব” (জনপ্রিয় ফরাসী লিবার্তে, ইগালিতে, ফ্রাতারনিতে নিয়ে স্প্যানিশ ভাষায় শব্দখেলা)। | “Quale libertà, uguaglianza a chi, quando fraternità” (un gioco di parole in spagnolo delle famose Liberté, Egalité, Fraternité). |
29 | বিশ্বের যে কোন জায়গায়, পথিকদের জন্য ভবনের দেয়াল, পার্ক ও বাড়িতে দেয়াল লিখনের সামনে দিয়ে হেঁটে যাওয়া স্বাভাবিক। | In ogni parte del mondo è una cosa comune per i pedoni camminare fra tutti i tipi di dipinti nelle mura esterne dei palazzi, nei parchi e sulle case. |
30 | কিন্তু শহরের দেয়ালের বাইরে, গ্রাফিতি রাস্তা থেকে অন্য মাধ্যমে চলে এসেছেঃ ফটোগ্রাফি বই, ব্লগ ও ফেসবুক পেইজ যেমন গ্লোবাল স্ট্রীট আর্টস। | Ma oltre alle mura cittadine, i graffiti si sono mossi dalle strade ad altri tipi di media: book fotografici, blog e pagine facebook come Street Art Graffiti. |