# | ben | ita |
---|
1 | জর্দানঃ আম্মান, বরফ-এর দিনগুলোকে স্বাগত জানালো | Giordania: un weekend gioiosamente bianco… |
2 | জর্দানে এক রুক্ষ শীতকালের মাঝে, যখন বাতাসে সামান্য আশার ছোঁয়া, তখন জর্দানের নাগরিক এক স্বস্তি খুঁজে পায় বরফ পড়া এক বৃহস্পতিবারে, এটাকে তারা সপ্তাহের শেষে এক দীর্ঘ বরফ শুভ্র ছুটি বানিয়ে ফেলে, আনন্দে উত্তেজনায় টুইট করে ও বরফে ঢাকা আশেপাশের এলাকার এবং বরফ দিয়ে তৈরী মজার মজার সব চরিত্রের ছবি সবার সামনে তুলে ধরেছে । | L'inverno è freddo in Giordania e l'ottimismo scarso, ma gli abitanti di Amman hanno trovato un po' di consolazione nella nevicata di giovedì, trascorrendo così un lungo bianco weekend; hanno spedito allegramente tweet e si sono scambiati foto di quartieri imbiancati e pazze creazioni con la neve. |
3 | এটা ছিল এক সাপ্তাহিক ছুটির দিন, বাঁধাহীন ভাবে খেলার দিন এবং গতানুগতিক সব বিধিনিষেধ এবং নিজের উপর তৈরি করা সকল বিধিনিষেধ, বিভ্রান্ত, নিয়ন্ত্রণ এবং বিচার থেকে মুক্ত করার দিন। | E' stato un weekend di giochi spensierati che ha interrotto gli stereotipi auto-imposti o forzati , la confusione, i controlli e i tribunali. |
4 | সৃষ্টি এবং পুনরায় সৃষ্টির স্বাধীনতার দিন যা মানব মনের সৌন্দর্যের সুগন্ধ প্রস্ফুটিত করে- যদি মাত্র কয়েকটি দিন বরফ পড়ে, তাহলে সবাই এক ছুটিকে স্বাগত জানায় | La libertà di creare e ricreare ha fatto riemergere la straordinaria vitalità dell'umanità - anche solo per due giorni di neve, uno stacco benvenuto. Ecco alcune foto scambiate dai netizen. |
5 | নীচে বেশ কিছু ছবি প্রদান করা হল যা নেট নাগরিকরা সবাইকে প্রদর্শন করেছে: | Qualche centimetro è quanto basta , foto di Mohammad Magayda [ar]: |
6 | মাত্র কয়েক ইঞ্চির বরফে সব ঢেকে গেছে। | Lontano da tutti, foto di Ehab Othman [en]: |
7 | ছবি মোহাম্মদ মাগায়াদার-এর: | LumaQ [en] rilancia via Twitter: |
8 | এক নির্জনে, ছবি এহাব ওথমান-এর: লুমাকিউ টুইট করেছে : | Molta neve a Dabouk e la regione di Kholda diventa un altro mondo. |
9 | ডাবুক এবং খালদা এলাকায় প্রচুর বরফ পড়েছে, মনে হচ্ছে এ যেন এক ভিন্ন কোন দেশ। | E Reem Al-Masri [en] mette il suo pupazzo di neve a testa in giù: |
10 | এবং রীম আল-মাসরি তার সৃষ্টি বরফের মানুষটিকে মাথার উপর দাঁড় করিয়েছেন: এই পোস্টে আমি আমার প্রিয় সকল বরফের সৃষ্টি চরিত্রকে একত্রিত করেছি। | Altre creature di neve sono raccolte in questo post [en], mentre a BeAmman [en] sono arrivate in massa foto di Amman sotto la neve. |
11 | এদিকে বিআম্মান, আমানের বরফ পড়ার এই সমস্ত ছবিগুলোকে ক্রাউড সোর্স করেছে এবং ৭আইবিবের-এ রিম মান্নার মজার ছবিগুলো দেখতে পাবেন। | E infine, ecco le divertenti foto di Reem Manna su 7iber [ar]. |