# | ben | ita |
---|
1 | ভেনেজুয়েলা: এন্টোনিও লরো এবং তার ক্লাসিকাল গীটার | Venezuela: Antonio Lauro e la sua chitarra classica |
2 | ‘সংস্কৃতি কিভাবে একজন মানুষের সত্বার অন্তর্গত অংশ হতে পারে' এর এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই এন্টোনিও লরোর ৯১তম জন্মদিনে তাকে সবাই স্মরণ করছে। | Nel 91° anniversario della nascita Antonio Lauro viene ricordato come il miglior esempio della simbiosi tra cultura e identità di una persona. |
3 | সিউদাদ বলিভারে জন্ম নেয়া একজন খুবই মেধাসম্পন্ন কম্পোজার হিসেবে লরো গীটারে বাজানোর জন্যে ওয়ালজ এবং অন্যান্য সুর রচনা করেছেন। | Compositore di grande talento, Lauro nacque a Ciudad Bolívar [in], Venezuela, e ha composto parecchi valzer e pezzi per chitarra spesso suonati da famosi chitarristi nazionali e internazionali. |
4 | তার এই সুরগুলো বাজিয়েছেন বহু দেশী ও বিদেশী গীটারশিল্পীরা। এছাড়াও ট্রিও কান্তোরেস ডেল ট্রপিকো সঙ্গীতদল এর অংশ হিসেবে লরো ভেনেজুয়েলার সঙ্গীত ভুবনে বহু অবদান রাখতে সক্ষম হয়েছেন। | Allo stesso tempo, come membro del gruppo Trio Cantores del Trópico, Lauro contribuì allo sviluppo del patrimonio musicale venezuelano convertendo partiture musicali europee in melodie somiglianti a tipiche composizioni venezuelane. |
5 | তার বৈশিষ্ট ছিল যে তিনি ইউরোপের মূল সঙ্গীতের কাঠামোকে ভেনেজুয়েলার ঐতিহ্যগত সঙ্গীতে মিশ্রন করিয়েছেন। | |
6 | ভেনেজুয়েলার সঙ্গীতকে ছড়িয়ে দেবার জন্যে তিনি পার্শ্ববর্তী দেশগুলোতে বহুবার ভ্রমণ করেছেন। | Puntando alla diffusione della musica venezuelana, fece anche molti tour nei Paesi vicini. |
7 | কয়েকজন ভেনেজুয়েলান ব্লগার যেমন লাস কোসাস দো রোজা ব্লগ (স্প্যানিশ ভাষায়) এর রোজা লরোকে স্মরণ করছেন এবং এই সঙ্গীতজ্ঞ সম্পর্কে একটি লেখায় (লিন্ক, বাজনা এবং ছবি সহ) বলেছেন যে: | Tra gli altri blogger venezuelani, Rosa su Las Cosas de Rosa [sp] lo ricorda con un post interessante (inclusivo di file musicali, link e fotografie) dove si legge fra l'altro: |
8 | এন্টোনিও লরো ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ গীটারশিল্পী এবং এই সঙ্গীতযন্ত্রের আন্তর্জাতিক মানকেও সমৃদ্ধ করেছেন। | Antonio Lauro è considerato uno dei maestri di chitarra più importanti dell'America Latina, e ha anche contribuito ad ampliare in modo decisivo il repertorio universale di questo strumento. |
9 | এডুয়ার্ডো কাসানোভা তার ব্লগ লিটারানোভাতে লিখেছেন: | Eduardo Casanova scrive invece nel suo blog Literanova [sp]: |
10 | তিনি আমার স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, যেখানে তিনি একটি ছোট্ট সঙ্গীতদল তৈরী করেছিলেন, যেমনটি তিনি বহু স্কুলে করেছেন। | |
11 | তার এই প্রবণতা তাকে ভেনেজুয়েলার সফল সঙ্গীত আন্দোলনের অন্যতম রুপকার হিসেবে দাড় করিয়েছে। গর্বের সাথে জানাচ্ছি যে আমার সুযোগ হয়েছে ইউরোপের নামকরা রেডিও স্টেশনগুলোতে তার বাজানো সঙ্গীত শোনা। | È stato il mio professore di musica al collegio Santiago de Leon di Caracas, dove, come già aveva fatto in molti altri collegi, istituì un piccolo coro e per questo fu considerato il vero creatore del grande movimento corale venezuelano. |
12 | অধ্যাপক লরো ভেনেজুয়েলার, এমনকি ল্যাটিন আমেরিকার সবচেয়ে খ্যাতিসম্পন্ন কম্পোজার। | Mi ha riempito di orgoglio aver ascoltato le sue opere trasmesse dalle radio europee. |
13 | “নাটালিয়া” হচ্ছে ভেনেজুয়েলার আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি উদাহরণ। | Il Professor Lauro è il compositore più riconosciuto di tutto il Venezuela, se non addirittura dell'intera America Latina. |
14 | লরো তার একমাত্র মেয়ের জন্যে এটি রচনা করেছিলেন। | “Natalia” è uno dei pezzi più rappresentativi della musica “classica” venezuelana moderna. |
15 | বর্তমানকালে এর সূক্ষ্ণ সৌন্দর্যের জন্যেই লোক এটি শুধু পছন্দ করে না, নবীন গীটারশিল্পীদের জন্যে এটি একটি কষ্টসাধ্য বাজনাও বটে (যা এই ভিডিওর নীচে মন্তব্য পড়ে বোঝা যাবে)। | Lauro la scrisse per la figlia unica, e oggi non solo viene apprezzata per la sua raffinata bellezza, ma anche perché è un brano impegnativo che mette alla prova molti chitarristi (come confermano i commenti in calce al seguente video): |
16 | টান টোচে একটি মজার ভিডিও পোস্ট করেছে যেখানে নামী শিল্পীরা “নাটালিয়া” বাজানোর চেষ্টা করছেন। | Il blog di Tan Toche pubblica invece l'interessante video che segue dove diversi artisti famosi si cimentano in “Natalia”. |
17 | এই ভিডিওতে লোরো তার পৌত্রী মারিয়া ক্রিস্টিনার জন্যে একটি বিশেষ গীটারে ঘুমপাড়ানী গানের সুর তুলছেন: | In quest'ultimo video, infine, Lauro suona la ninna nanna composta per la nipotina María Cristina, utilizzando una chitarra costruita appositamente per lui. |