# | ben | ita |
---|
1 | মিশর: যৌন হয়রানি বন্ধের মিছিলে হামলা | Egitto: attaccata manifestazione contro le violenze sessuali |
2 | আজ (৮ই জুন, ২০১২) তাহরির স্কোয়ারে যৌন হয়রানি বন্ধের দাবিতে মহিলাদের একটি মিছিলে ক্রুদ্ধ পুরুষদের একটি দল আক্রমণ করলে তা কুৎসিত একটি ব্যাপারে পরিণত হয়। | Venerdì 8 giugno una manifestazione di protesta a Il Cairo contro le aggressioni sessuali è degenerata quando le partecipanti sono state attaccate da una folla di uomini infuriati a Piazza Tahrir. |
3 | প্রত্যক্ষ্যদর্শীরা টুইটারে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। | Alcuni testimoni oculari hanno condiviso la loro esperienza su Twitter. |
4 | অকুস্থলে উপস্থিত আসোসিয়েটেড প্রেসের সাংবাদিক সারাহ এল দীব নিচের টুইটগুলোতে যা ঘটেছে তা বর্ণনা করেছেন: | La giornalista dell'Associated Press Sarah El Deeb, presente alla manifestazione, descrive gli avvenimenti nei seguenti tweet (#EndSH): |
5 | @এসএলদীব: #যৌনহয়রানিবন্ধ মিছিলের উপর অনেকগুলো লোকের হামলা - যার উদ্দেশ্য ছিল একে ছত্রভঙ্গ করে দিয়ে অংশগ্রহণকারীদের অপমান এবং হামলা করা। | @seldeeb: L'aggressione alla marcia #EndSH è avvenuta per mano di numerosi uomini - con l'intento di interromperla e aggredire verbalmente e fisicamente i partecipanti. |
6 | @এসএলদীব: মার্চ #যৌনহয়রানিবন্ধ মিছিলের পুরুষরা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছে কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় কিছু মহিলা কোণঠাসা হয়ে হয়ে পড়েন | @seldeeb: Gli uomini presenti alla marcia #EndSH hanno respinto gli aggressori che però erano in molti e alcune donne sono state accerchiate. |
7 | @এসএলদীব: পুরুষদের দলটি এলাকার লোকদের ভয় ধরিয়ে দেয় আর কেউ কেউ তাদের দোকান বন্ধ করে দেয় #যৌনহয়রানিবন্ধ (মিছিলটিকে) ভয়ংকর মনে হওয়ায়। | @seldeeb: Le persone presenti nell'area sono state prese dal panico e alcune hanno chiuso le serrande dei negozi per timore delle violenze #EndSH. |
8 | শেষ পর্যন্ত ১টি দোকান আশ্রয় দিয়েছে | Alla fine un solo negoziante ha offerto riparo. |
9 | @এসএলদীব: কিছু কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন #যৌনহয়রানিবন্ধ মিছিলে হামলা শুরুর আগে থেকেই আশেপাশের লোকগুলো মেয়েদের উত্যক্ত করছিলো | @seldeeb: Alcuni testimoni dichiarano che la gente che si trovava nei dintorni della marcia stava già contestando le ragazze ancor prima che l'aggressione iniziasse. |
10 | “আপনার হাত বিরত থাকুক। | ‘Possa la tua mano essere spezzata. |
11 | যৌন হয়রানিকে না”- লেখা একটি প্ল্যাকার্ড। | No alle aggressioni sessuali', recita un cartello esposto durante la protesta. |
12 | টুইটারে সারাহ এল দীব ছবিটি ভাগাভাগি করেছেন | Foto di Sarah El Deeb presa da Twitter |
13 | বিক্ষোভের মাসগুলো জুড়েই যৌন হয়রানির অভিযোগগুলো অব্যাহতভাবে চুইয়ে চুইয়ে এসেছে। | Denunce di aggressioni sessuali sono state segnalate per tutto il tempo durante i mesi della protesta. |
14 | আমিরা হাওয়েইদি এর পটভূমি প্রদান করেছেন: | Amira Howeidy descrive il contesto: |
15 | @আমিরাহাওয়েইদি: মহিলা বিক্ষোভকারীদের যৌন হয়রানি ২০০৫ সাল থেকে মুবারকের জাতীয় গণতান্ত্রিক দল আবিষ্কৃত একটি প্রতিষ্ঠিত প্রথা | @amirahoweidy: Aggredire le dimostranti è una pratica consolidata messa a punto dal Partito Nazionale Democratico di Mubarak che ha avuto inizio nel 2005 |
16 | @তুর্ক৪(ফর)সিরিয়া মহিলাদের হয়রানি করে কেউ কখনো গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করলে মোহাম্মেদ ইয়াহিয়া জবাব দেন: | Turk4Syria chiede se qualcuno viene mai arrestato per aver aggredito delle donne e Mohamed Yahia risponde: |
17 | @মোহাম্মেদওয়াই: @তুর্ক৪(ফর)সিরিয়া কখনো কেউ না। | @MohammedY: @Turk4Syria non succede mai. |
18 | এটা এতটাই নিয়মমা্ফিক যে অনেকেই সন্দেহ করেন ক্ষমতাসীনরা মহিলা বিক্ষোভকারীদের দমন করার জন্যে এর পৃষ্ঠপোষণ করেন। #যৌনহয়রানিবন্ধ | E' una pratica talmente assodata che alcuni sospettano ci sia l'appoggio di chi sta al potere per intimidire le dimostranti #EndSH |
19 | শিরিনথাবেত সুপারিশ [আরবী ভাষায়] করেছেন:: | Sherine Thabet @sherinethabet [ar] suggerisce: |
20 | একটি কথা আমি সব জায়গায় সবার কাছে বারবার বলি সেটা হলো: হয়রানিকারীরা কারো কথা শুনবে না। | La frase che ripeto dovunque e a chiunque è: l'aggressore non darà retta a nessuno. |
21 | হয়রানিকারীদের শিক্ষিত করা সম্ভব নয়। | L'aggressore non può essere educato. |
22 | হয়রানিকারীদের নিশ্চিহ্ন করা প্রয়োজন এবং সেটা করার একমাত্র উপায় হলো সমাজিকভাবে তাদের প্রত্যাখ্যান করা। | L'aggressore deve scomparire e l'unico modo per farlo è emarginarlo dalla società. |
23 | এটাই দরকার। | Questo è quanto. |
24 | এবং দীনা _আদেল উপসংহার টেনছেন এভাবে: | E Deena Adel conclude: |
25 | @দীনা _আদেল: অনুগ্রহ করে আমরা কী যৌন হয়রানি নিয়ে পুণরুজ্জীবিত এই ক্রোধকে কাজে লাগিয়ে এর বিরুদ্ধে যুদ্ধের জন্যে শক্ত (বোধগম্য) একটি পদক্ষেপ নিতে পারি? | @deena_adel: Possiamo per favore sfruttare questa rinata ondata di sdegno contro le aggressioni sessuali e prendere provvedimenti concreti per combatterle? |
26 | #যৌনহয়রানিবন্ধ | #EndSH |
27 | আরো প্রতিক্রিয়া পাওয়া যাবে টুইটারে #যৌনহয়রানিবন্ধ হ্যাশট্যাগে। | Altri commenti su Twitter vengono raccolti sotto l'hashtag #EndSH. |