# | ben | ita |
---|
1 | আর্মেনিয়াঃ তরুণ লেখকের সামরিক অনুমোদন | Armenia: autore nella morsa della censura militare |
2 | ২৪ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার, এবং অন্যদের মত বাধ্যতামূলক তালিকাভুক্ত সৈনিক হোভ্যানেস ইশকানিয়ান দেশের সামরিক বাহিনী সম্পর্কে একটি সাহিত্যকর্ম প্রকাশের পরেই তিনি ঐ সাবেক সোভিয়েত রাষ্ট্রে রোষানলে পড়েন। | Hovhannes Ishkhanyan, un programmatore di 24 anni e, come molti altri ex militare nell'esercito armeno, si è trovato nei guai nell'ex Repubblica Sovietica per aver scritto alcuni racconti in cui descrive in modo dettagliato la vita militare nell'esercito nazionale. |
3 | ঐ বইয়ের ৩০০ কপি প্রকাশের পর, আর্মেনিয়ান সামরিক অভিযোক্তা বলেন, বইটি সামরিক বাহিনীর কুৎসা রটিয়েছে, এবং ধর্ম ও মায়েদেরও অপমান করেছে। | Nonostante una tiratura di appena 300 copie, il procuratore militare dell'esercito armeno sostiene che il libro diffama l'esercito, insulta la religione ed anche le donne. |
4 | আর্মেনিয়ান রাজধানী ইয়েরেভানে কমপক্ষে দুটি বইয়ের দোকানের তাক থেকে ডিমব ডে সরিয়ে নেয়া হয়েছে। | Demob Day è stato tolto dagli scaffali di almeno due librerie a Yerevan, la capitale dell'Armenia. |
5 | মজার ব্যাপার, এই বছর ঐ শহরে ইউনেস্কো বিশ্ব গ্রন্থ রাজধানী- এর স্বীকৃতি পাওয়ায় তা উদযাপন করা হচ্ছে, কিন্তু পর্ণোগ্রাফিক উপাদানের বিস্তৃতি ঘটানোর দায়ে আর্মেনিয়ার অপরাধ নীতির ২৬৩ নং অনুচ্ছেদ অনুসারে বিচারাধীন থাকা ইশকানিয়ানের জন্য তা তেমন লাভজনক হবে না। | Per colmo di ironia, l'UNESCO ha assegnato quest'anno alla città il titolo di Capitale Mondiale del Libro [en], ma ciò aiuta ben poco Ishkhanyan che viene indagato in base all'articolo 263 del Codice Penale armeno per diffusione illegale di materiale pornografico. |
6 | ডিমব ডে | Demob Day |
7 | জানা গেছে, আসামি ইশকানিয়ানের জরিমানা অথবা দুই তিন বছরের কারাদন্ড হতে পারে। | Se ritenuto colpevole, Ishkhanyan potrebbe essere multato o anche imprigionato per due o tre anni. |
8 | এই মামলা নিয়ে ইয়ানিয়ানের মন্তব্য: | Ianyan commenta [en] come segue: |
9 | আর্মেনিয়ান সামরিক বাহিনী বিগত কয়েক বছরে বিনা যুদ্ধে মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে। | L'esercito armeno è stato colpito negli ultimi tempi da un'ondata di pessima propaganda, notizie di soldati morti non in azioni di guerra hanno afflitto l'istituzione militare. |
10 | যেসব কর্মীরা নিয়মিত মৃত্যুর প্রতিবাদ করে, তারা অনুসন্ধান করতে ব্যর্থ এবং হত্যা গুলোকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে। | Gli attivisti, che protestano continuamente per la morte di soldati, accusano l'esercito di non compiere indagini appropriate sugli omicidi come sui suicidi. |
11 | ২০১০ এর সেপ্টেম্বরে ইউটিউবে আর্মেনিয়ান সামরিক বাহিনীতে আনুগত্যের জন্য নির্যাতনের ভিডিওটি দেশের ভেতরে ও বাইরে শিরোনাম হয়। | Nel settembre 2010 un video amatoriale postato su YouTube denuncia a caratteri cubitali abusi compiuti dentro e fuori dal Paese. |
12 | “মুক্তির দিন”- এর ১৬ টি কল্পকাহিনীতে সামরিক বাহিনী সম্পর্কিত তিনটি বিষয় ছিল। | Tre racconti dei 16 di cui si compone “The Day of Discharge” riguardano vicende relative all'esercito. |
13 | ইশকানিয়ানের ভাষায় এর মধ্যে একটির শিরোনাম ছিল “সামরিক মহড়া”, যার বিষয় ছিল ১০০ মহড়ারত সৈন্যের কথা, যারা তাদের সামরিক পরিচয়পত্র নিয়ে সামরিক বাহিনীতে তাদের অভিজ্ঞতার কথা স্মরণ করে কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। | Quello intitolato “Military March” che racconta di 100 soldati in marcia che gettano via le loro carte di identificazione e descrive le esperienze di vita nell'esercito, ha irritato più degli altri le autorità, secondo Ishkhanyan. |
14 | এমনকি দি আর্মেনিয়ান অবজারভার বইটি পড়ার জন্য যুক্তি দেখিয়েছে: | L'Armenian Observer sottolinea [en] quanto segue sul libro: |
15 | পুলিশের এই ঘটনা আমাকে আগ্রহী করেছে, তাই আমি বইটি পড়েছি। | Gli avvenimenti che riguardano la polizia mi hanno interessato e così ho letto il libro. |
16 | স্বীকারোক্তি হল, পড়ার মধ্যে কোন আনন্দ ছিল না। | In effetti, la lettura è molto cruda. |
17 | এই বইয়ে আমার মতে অনেক নৃশংস ও অশ্লীল শব্দ রয়েছে, কিন্তু সেগুলোর জন্যই এসব। | Il libro contiene troppa violenza ed un linguaggio troppo volgare per i miei gusti, ma così stanno le cose. |
18 | কেউ আর্মেনিয়ান সামরিক বাহিনী সম্পর্কিত বইয়ের কাছ থেকে এত কোমল ও কাব্যিক শব্দ আশা করে না- মূলত, আমরা একটা বিষয়ের কথা বলছি, যেখানে প্রতি বছর ডজন ডজন সৈন্য বিনা যুদ্ধে মারা যায়, কারণ প্রধানত বিশৃঙ্খলা, অত্যাচার ও চাপ, যেগুলো সৈন্যদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। | Non ci si può certo aspettare un libro sull'Esercito Armeno che contenga un linguaggio poetico e pieno di tenerezza - al di là muro, parliamo di una struttura in cui ogni anno dozzine di soldati muoiono non mentre combattono: è soprattutto il nonnismo, la violenza e lo stress che spingono i militari a togliersi la vita. […] |
19 | […] এই বইয়ের মূল চরিত্র হল তরুণ সৈন্যরা যারা সামরিক দায়িত্ব পালনকালে মারা গেছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে, তারা সামরিক কর্মকর্তাদের শোষণের কথা বলেছে। | Gli eroi del libro, giovani soldati morti o diventati invalidi durante il servizio militare, raccontano terribili storie di maltrattamenti e abusi da parte di ufficiali dell'esercito. |
20 | […] বলা নিষ্প্রয়োজন যে, আমরা অনুমোদনের একটা পরিষ্কার ঘটনা দেখতে পাচ্ছি, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। | Ogni commento è superfluo, si è trattato di un chiaro caso totalmente inaccettabile di censura. |
21 | ইউনিজিপডও মন্তব্য করেছেন, একটি আবেদনই ঐ তরুণ লেখকের সমর্থন এনেছে। | Anche Unzipped commenta [en], attirando l'attenzione su una petizione [en - hy] a favore del giovane autore. |
22 | “অবিশ্বাস্য,” ঐ ব্লগার লিখেছেন, “আমরা কোন যুগে বাস করছি?! | “Incredibile inaccettabile”, ha scritto il blogger . “In che mondo viviamo? |
23 | আর্মেনিয়াকে স্ট্যালিনজমের যুগে ফিরিয়ে নেয়ার চেষ্টাকে না বলুন।” | Dite NO con la vostra firma ai tentativi di riportare l'Armenia ai tempi bui dello Stalinismo.” |
24 | হোভ্যানেস ইশকানিয়ান © নাজিক আরমেকানিয়ান, আর্মেনিয়া নাউ | Hovhannes Ishkhanyan © Nazik Armenakyan, ArmeniaNow |
25 | এখানে ইশকানিয়ানের গত বছরের একটি সাক্ষাৎকারও দেয়া হয়েছে যেখানে লেখক আর্মেনিয়ায় শিল্পীদের নিয়ে ও শিল্পীদের জন্য সামরিক সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। | Su Artist For Artist è ancora disponibile un'intervista con Ishkanyan [en] dello scorso anno, dove l'autore discute sulla libertà di espressione e la cultura militare in Armenia. |