Sentence alignment for gv-ben-20101010-13063.xml (html) - gv-ita-20101011-25357.xml (html)

#benita
1মেক্সিকোর রান্নাকে ইউনেস্কো মানবতার এক সুক্ষ ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে।La cucina messicana dichiarata ‘Patrimonio Immateriale dell'Umanità’ dall'UNESCO
2আপনি কি এমন কাউকে চেনেন যে এনচিলাডাস কি তা জানে না?Conoscete qualcuno che non sa cosa siano le enchiladas ?
3অথবা যে কখনো টাকোস বা অন্য ধরনের মেক্সিকোর খাবার চেখে দেখেনি?[en,come tutti gli altri link, eccetto ove segnalato].
4মেক্সিকোর রান্না তার নানাবিধ সুগন্ধ ও রং এবং বিভিন্ন মসলার সমন্বয় ও নিজস্ব আলাদা উপাদানের জন্য পরিচিত।O qualcuno che non ha mai mangiato dei tacos [it] o qualche altro tipo di specialità messicana?
5ঐতিহ্যবাহী মেক্সিকোর খাবার ভুট্টা, সিম, এবং বিভিন্ন ধরনের মরিচের গুঁড়া সহকারে তৈরি করা হয়।La cucina messicana [it] è famosa per la sua varietà di sapori e colori, e per la sua combinazione di diverse spezie e ingredienti unici.
6চিলাকুইলেস-ছবি ফ্লিকার ব্যবহারকারী বুকগার্ল লরা টাইলরের।Il cibo messicano tradizionale è a base di mais, fagioli e diversi tipi di peperoncini.
7এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-ননডিরাইভস ২.Chilaquiles.
8০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে। জাতীয় সম্পৃক্ততাImmagine di Laura Taylor, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic
9মেক্সিকো থেকে প্রকাশিত এলসমানারিও.Importanza Nazionale
10কম. এমএক্স এর সাংবাদিক তাতিয়ানা গুতিয়ারেজ বর্ণনা করেছেন কি ভাবে মেক্সিকোর দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রয়োজনীয় ভূমিকা পালন করেছে:Sulla rivista elsemanario.com.mx [es], la giornalista Tatiana Gutierrez descrive come il cibo abbia giocato un ruolo essenziale nella celebrazione del bicentenario del Messico:
11আমরা দ্বিশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত পরামর্শ গ্রহণ, এক উচ্চমার্গীয় বিষয়ের মধ্যে দিয়ে শেষ করব, কি ভাবে?Chiuderemo questo periodo suggestivo di celebrazioni del bicentenario con un finale perfetto: come?
12মেক্সিকোর সবচেয়ে দামী যে বস্তুটি আছে, সেই রন্ধন বিদ্যা দিয়ে।Con la cosa più preziosa che possiede il Messico: la gastronomia.
13মেক্সিকোর খাবার বৈচিত্র্যময়।Il cibo messicano varia molto all'interno del Paese.
14আপনি এখানে প্রদেশ থেকে অঞ্চল, উত্তর থেকে দক্ষিণ, উষ্ণ থেকে উপকূলীয় এলাকা, পাহাড় থেকে সমতল ভূমি, ভিন্ন এলাকায় ভিন্ন খাবার পাবেন।Ci sono grandi differenze in ogni Stato e provincia, da Nord a Sud, dalle regioni a clima caldo alle coste, e dalle montagne alle zone aride.
15দেশটিতে বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায় রয়েছে। এ কারণে এখানকার বিভিন্ন খাবারের চেহারা, স্বাদ ও গন্ধ এবং বিভিন্ন রকম।Esiste un'ampia gamma di culture e comunità nel Paese, ecco perché i piatti delle varie regioni hanno diverse consistenze, sapori e profumi.
16ডেভিড এমরি তার “বিশ্বের সেরা ১০ সুস্বাদু রান্না” নামক প্রবন্ধে মেক্সিকোর নিজস্ব বৈচিত্র্যের কথা লিখেছে, যা কিনা আজকের দিনে মেক্সিকোর যে রান্না, তাকে তৈরি করেছে:David Emery, nel suo articolo “Top 10 Most tasty cuisines in the world”, illustra la diversità internazionale che caratterizza l'odierna cucina messicana:
17নানাবিধ সুগন্ধযুক্ত স্বাদ এবং মশলার কারণে পরিচিত মেক্সিকোর রান্না বিজয়ী স্প্যানিশদের অভিযানের সাথে অ্যাজটেক সংস্কৃতির মিশ্রণের ফলে সৃষ্ট।Conosciuta per la varietà di sapori e spezie, la cucina messicana è il risultato dell'interazione tra i conquistadores spagnoli e la cultura azteca.
18আজকের দিনে আমরা যে সমস্ত মেক্সিকান খাবার খাই, সেগুলো আসলে প্রাচীন অ্যাজটেক, মায়া, এবং স্প্যানিশ ঐতিহ্যের এক উপাদেয় মিশ্রণ।Per la maggior parte, i piatti messicani di oggi sono una deliziosa combinazione di antiche tradizioni, azteche, maya e spagnole.
19এখানকার খাবারে ফরাসীদের অবদান রয়েছে। যারা মেক্সিকোর খাবারে তাপে ঝলসানো রুটি জাতীয় খাদ্য সামগ্রী যোগ করেছে, যেমন মিষ্টি রুটি এবং বলিল্লো (এক ধরনের সুগন্ধযুক্ত রুটি)।Anche i francesi hanno la loro parte nella storia, avendo aggiunto pietanze da forno come il pane dolce e il bolillo.
20আভাকাদোর সাথে চিংড়ি টোস্টাডাস।Tostadas con gamberetti e avocado.
21ছবি ম্যাট সাউন্ডার। যিনি ফ্লিকার ব্যবহারকারী ম্যাটসানড্রাস হিসেবে পরিচিত।Immagine di Matt Saunder, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-NonCommercial 2.0 Generic
22এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।Spesso su Twitter la gente sottolinea l'importanza delle pietanze messicane nella loro vita.
23টুইটার ব্যবহারকারীরা প্রায়শই তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মেক্সিকোর খাবার বিষয়ে টুইট করে থাকেন।
24মনটেরের একজন মেক্সিকাবাসী টুইটারকারী মায়েলা গনজালেজ (@মায়েলাগনজালেজ) কয়েকদিন আগে এ বিষয়ে টুইট করেছে:Mayela Gonzalez (@mayelagonzalez), un'utente messicana di Monterrey, rilancia:
25আমি মোল নামের খাবারটি খেয়েছি [মোল হচ্ছে চকলেটের সস, মরিচের গুড়া এবং অন্য মশলা দিয়ে তৈরি মাংসের খাবার)। খুবই মজাদার!!!Ho mangiato il mole [en] [carne con salsa a base di cioccolato, peperoncino e altre spezie] =) Così delizioso!!!
26#মেক্সিকানফুড।#MexicanFood
27এছাড়াও মেক্সিকোতে অবস্থানকারী টুইটার ব্যবহারকারী ইসাকো @ইসাকলোকো লিখেছে:Isaaco @Isaacloco, anch'egli dal Messico, aggiunge:
28আর আপনি এর কিছু অংশ পেতে চাইবেন… আজকে আমি সুস্বাদু সবুজ#এনচিলাডাস!!! খাব।e per farvi un pò di invidia… oggi mangio delle deliziose #enchiladas verdi!!!
29ওহ, যা সুস্বাদু!!) =)Ohh così succulente!! =)
30আন্তর্জাতিক সম্পৃক্ততাImportanza internazionale
31মেক্সিকোর খাবার যে কেবল মেক্সিকোর মধ্যে রয়ে গেছে, তা নয়; অন্যদেশের টুইটার ব্যবহারকারী মেক্সিকোর খাবার সম্বন্ধে কথা বলছে:Ma il cibo messicano non si ferma al palato nazionale; anche gli utenti Twitter di altri Paesi parlano della cucina messicana:
32যুক্তরাষ্ট্রের আলবুকারেক থেকে ক্রিস গনজালেজ (@ক্রিস১৩৫৬জে)বলছে:Chris Gonzales (@Chris1356J) da Albuquerque, Stati Uniti, scrive:
33#টাকোস, সবচেয়ে সেরা খাবারI #tacos sono il piatto migliore
34যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা জেসিকা ক্লেমন্স (@জেসিকাক্লেমন্স) বিবৃতি প্রদান করছে:
35দু:খিত#অরিজোনা..E la texana Jessica Clemmons (@JessicaClemmons) conferma:
36তোমাদের #মেক্সিকোরখাবার আমাদের #টেক্সাসের তুলনায় কিছুই না!No mi dispiace #Arizona… Il tuo #Mexicanfood non ha NIENTE a che vedere con il nostro in #Texas!
37যদিও তা সুন্দর এক প্রচেষ্টা।Bel tentativo però.
38আমেরিকায় জন্ম নেওয়া ক্রিস্টিনা পটার মেক্সিকোর ৩১টি প্রদেশের মধ্যে ২৮টি প্রদেশ এবং রাজধানী মেক্সিকো সিটির খাবার খেয়েছেন।
39ভদ্রমহিলা তার ব্লগ মেক্সিকো কুকস!-এ এখানকার চারপাশের সংস্কৃতির সাধারণ খবার থেকে স্থানীয় খাবারের সবকিছু লিখেছেন।La blogger statunitense Cristina Potters ha mangiato in 28 dei 31 stati del Messico e a Città del Messico.
40তিনি সেদেশে যে সমস্ত রেস্তোরা রয়েছে সেগুলোর ক্রম তৈরি করেছেন এবং এমনকি কিছু খাদ্যের উপাদান সম্বন্ধে লিখেছেন।Nel suo blog Mexico Cooks! parla di tutto ciò che riguarda i piatti tipici e locali messicani, oltre alla cultura che li circonda.
41তার জীবনের ৩০ বছর পটার মেক্সিকোতে কাটিয়েছেন। এবং তিনি-এর উদ্দেশ্য, তার ব্লগে বর্ণনা করেছেন:Fornisce dei voti ai ristoranti di tutto il Paese e propone anche alcune ricette.
42এক খাদ্য বিলাসী ট্রাভেলগ-এর [ভ্রমণব্লগ], রুচি, মন এবং আত্মার জন্য এক অভিযান। ভেজিটেরিয়ান চিলিস এন নোগাডা।Potters ha vissuto in Messico per circa 30 anni, e descrive così lo scopo del suo blog:
43ছবি মেডেলিন বাল। তার ফ্লিকার পাতার নাম ম্যাডপ্রাইম।Un diario di viaggio culinario, un'avventura per il palato, la mente e lo spirito.
44এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২.Chili vegetariano a Nogada.
45০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।Immagine di Madeleine Ball, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-ShareAlike 2.0 Generic
46সম্প্রতি ইউনেস্কো মেক্সিকোর খাবারসমূহকে মুখ এবং মানবতার সুক্ষ এক ঐতিহ্যের শিল্প (মাস্টারপিস অফ দা ওরাল এন্ড ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি) সন্মানে ভূষিত করেছে।Recentemente la cucina messicana ha ricevuto l'onore di essere dichiarata un Capolavoro del Patrimonio Orale e Immateriale dell'Umanità da parte dell'UNESCO.
47ম্যাকক্লাচি নিউজপেপারস-এর মেক্সিকোর বার্তা প্রধান তার ব্লগে লিখেছে মেক্সিকো আনমাস্ক :Tim Johnson, responsabile della sede messicana della catena dei quotidiani di McClatchy Newspapers, scrive sul suo blog Mexico Unmasked:
48প্রায় ১ মাসের চেয়ে সামান্য কিছুদিন আগে মেক্সিকোর কর্মকর্তারা ঘোষণা দেন যে জাতির খাবার অবশেষে ইউনেস্কোর মানবতার সুক্ষ ঐতিহ্যের সন্মান লাভ করেছে।Poco più di un mese fa, un funzionario messicano ha annunciato che la cucina nazionale ha finalmente ottenuto lo status di Patrimonio Culturale Immateriale dell'Umanità dall'UNESCO.
49গত বছরের নভেম্বর শুরুতে কেনিয়ার নাইরোবিতে এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়।L'annuncio ufficiale è previsto per i primi di novembre a Nairobi, in Kenya.
50তবে সংক্ষেপে বলা যায় মেক্সিকোর অবিশ্বাস্য বৈচিত্র্যপূর্ণ খাবার অবশেষে তার প্রাপ্য সম্মান অর্জন করল।Ma in sintesi, l'incredibile varietà del cibo messicano sta finalmente ricevendo il dovuto riconoscimento.
51আর কোন জাতির খাবারকে এই সম্মান প্রদান করা হয়নি।Nessun altra cucina del mondo ha ricevuto questo onore.
52এখন এই বিষয়টি মাথায় রাখুন: এর আগে ফ্রান্সকে এই সম্মান প্রদান করতে দুইবার অস্বীকার করা হয়।
53ফ্রান্স ২০০৮ সালে শেষবার এই সম্মানের জন্য আবেদন করেছিল।Ora, sentite questa: la Francia è stata respinta due volte!
54ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি এই বলে ঘোষণা দিয়েছেন যে “বিশ্বের সেরা রন্ধন শিল্প আমাদের রন্ধন শিল্প, অন্তত আমাদের দৃষ্টিভঙ্গিতে।L'ultima volta che la Francia ha fatto richiesta, nel 2008, il presidente Nicolas Sarkozy ha dichiarato: “Abbiamo la migliore cucina del mondo - almenosecondo noi.
55এই শিল্পকে আমরা বিশ্বের এক ঐতিহ্য হিসেবে চিহ্নিত করতে চাই।Vogliamo che sia riconosciuta come patrimonio mondiale.”
56এখন ফ্রান্স, মেক্সিকোকে ধরার চেষ্টা করবে।Beh, la Francia ora deve rincorrere il Messico, amigos.
57শুভেচ্ছা বন্ধুগণ। বৈচিত্র্যময় বৈপরীত্য, বহুবিধ সুগন্ধে ভরপুর এবং তার উত্তেজনায় ভরপুর এই রন্ধন শিল্প অবশ্যই প্রয়োজনীয়, এমনকি বিশ্বের অন্যতম রুচিকর স্বাদের জন্য।Piena di deliziosi contrasti, diversa nei sapori e unica nelle sensazioni olfattive, questa cucina è un “must”, anche per i palati più esigenti di tutto il mondo.