Sentence alignment for gv-ben-20100930-12973.xml (html) - gv-ita-20101002-25041.xml (html)

#benita
1ইরান: সবুজ বিপ্লব নিয়ে শিল্পকর্ম ও অঙ্গসজ্জাIran: arte e design da tutto il mondo per il “Movimento Verde”
2“কোথায় আমার ভোট” হচ্ছে ইরানের সবুজ বিপ্লব নিয়ে ১৫০টি পোস্টারের একটি প্রদর্শনী যা নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে অনুষ্ঠিত হয় (৩০শে আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর)।"Voci di libertà" Si intitola “Where is my Vote” [en, come tutti i link tranne ove diversamente indicato] la mostra allestita dalla School of Visual arts di New York (30 Agosto - 25 Settembre) che raccoglie 150 locandine politiche create per il Movimento Verde iraniano.
3সারা বিশ্বের গ্রাফিক আর্টসের শিল্পীদের আঁকা এইসব পোস্টার (ইওসি লোমেলএর কাজ উপরে দেখা যাচ্ছে) ইরানে ২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রতিবাদকে সমর্থন করছে।Le opere, realizzate da grafici da tutto il mondo, sono state prodotte a sostegno delle proteste che hanno accompagnato in Iran le elezioni presidenziali del 2009.
4এইসব চিত্রকর্ম আগামী নভেম্বরে বোস্টনেও প্রদর্শিত হবে।La mostra verrà presentata anche a Boston il prossimo novembre [sopra: “Voci di libertà”, creazione di Yossi Lemel ].
5এই আন্তর্জাতিক শৈল্পিক আন্দোলনের মধ্যে যুক্ত ছিল সাইবার নাগরিক, ব্লগার এবং সাহসী ফটোব্লগাররা।Sono state le comunità virtuali, i blogger e i coraggiosi foto-blogger a gettare le fondamenta di questo movimento artistico internazionale.
6নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক জন ভিসনিউস্কি গ্লোবাল ভয়েসেসকে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন:John Wyszniewski, vice direttore per la Comunicazione della School of Visual Arts di New York, spiega in una email a Global Voices:
7ইরানে গত গ্রীষ্মের নির্বাচনের সময় গ্রীন বার্ড ছদ্মনামের একজন ইরানী ফটোগ্রাফার সারাবিশ্বের গ্রাফিক আর্টস শিল্পীদের কাছ অনুরোধ করে যে তারা যেন ইরানের সবুজ আন্দোলনকে সমর্থন করে পোস্টার আঁকে।
8এরকম একজন শিল্পী আদ্রেয়া রাউখ, যার কাছে তিনি আবেদন রেখেছিলেন, এই সব পোস্টারকে সোশ্যালডিজাইনজিন ওয়েবসাইট এ তুলে দেন।Durante le elezioni iraniane dell'estate 2009 una fotografa iraniana, il cui alias è Green Bird, ha esortato i grafici di tutto il mondo a produrre locandine a sostegno del Movimento Verde.
9এই সাইটটি ইটালিয়ার গ্রাফিক আর্টস শিল্পীদের সংঘের ওয়েবসাইট যেটির সম্পাদক হচ্ছে রাউখ। এই সাইটটিতে প্রায় ২০০টি সংগৃহিত পোস্টার দেখা যাবে।Uno degli artisti contattati, il designer italiano Andrea Rauch, si è offerto di ospitare tutte le creazioni sul sito SocialDesignZine [it], il blog dell'Associazione Italiana Progettazione per la Comunicazione Visiva (AIAP), da lui curato.
10ভিসনিউস্কি গ্রীন বার্ডের একটি ইমেইল থেকে উদ্ধৃত করেছেন:Sul sito sono stati così raccolti oltre 200 poster liberamente visionabili.
11এখানে গ্রীন বার্ডের একটি মূল ইমেইল: “কেমন আছ বন্ধু?Wyszniewski condivide parte di un'e-mail di Green Bird:
12আশা করি ভাল আছ।“Come stai, amico mio?
13আমার মন ভাল নেই।Spero tutto bene.
14ইরানে অনেক লোক মারা যাচ্ছে (ইরান নির্বাচনের পর।Sono molto triste in questi giorni; sono morti in tanti in Iran (dopo le elezioni).
15যেসব ছেলেমেয়েরা মারা গেছে সম্প্রতি তাদের নিয়ে মন ভারাক্রান্ত।Ragazzi e ragazze uccisi negli ultimi giorni: le mie lacrime scorrono [per loro].
16ইরানের বর্তমান অবস্থার আন্তর্জাতিক মনোযোগের প্রয়োজন আছে। এবং আমার মতে বিশ্বের নামকরা শিল্পীদের এর প্রতিবাদে অংশ নেয়া উচিৎ।Quanto sta succedendo in Iran ha rilevanza internazionale, e credo che gli artisti di tutto il mondo debbano sostenere la [nostra] causa: a te, che sei un Grande Illustratore, chiedo di realizzare al più presto una locandina a sostegno della causa; sei iraniano come me, in questi giorni, (…) perciò puoi aiutarmi così (Movimento Verde).”
17তুমি খুব ভাল গ্রাফিক চিত্রশিল্পী।Green Bird ha poi rilanciato le foto delle manifestazioni.
18আমি অনুরোধ করছি তুমি যেন আতি সত্বর একটুই পোস্টার এঁকে এই আন্দোলনকে সমর্থন কর। এই দিরগুলোতে আমার মত তুমিও একজন ইরানী।Wyszniewski conclude riassumendo così i maggiori concetti che descrivono l'Arte Verde: Unità, Aspirazione alla libertà, Disobbedienza, Speranza.
19তুমি যদি তা মান তবে অনুগ্রহ করে আমাদের (সবুজ আন্দোলনের) প্রতি এভাবে সাহায্যের হাত বাড়াও।”
20সেই ইমেইলে গ্রীনবার্ড বিশ্বের সবার জন্যে প্রতিবাদের কিছু ছবি পাঠিয়েছে।
21শেষে ভিসনিউস্কি বলেন যে “সবুজ চিত্রকর্মের” মূল অন্তর্নিহিত বিষয়গুলো হবে: “একতা, স্বাধীনতার আকাঙ্খা, বিশ্বাসঘাতকতা এবং আশা।”