# | ben | ita |
---|
1 | সৌদি প্রতিবাদকারীর আদালতের বিচার প্রত্যাখ্যানঃ “আমি নারীদের অবনতি সহ্য করব না” | Arabia Saudita: donne non ammesse in aula, attivista rifiuta il processo |
2 | এই পোস্টটি আমাদের “সৌদি আরবে আদালতের বিচারে সংস্কারবাদীরা” এর বিশেষ কাভারেজের একটি অংশ: | Il 4 maggio si è tenuta la quinta udienza del processo contro il dr. Abdulkareem al-Khudar [ar], uno dei cofondadori della Saudi Civil and Political Rights Association [en]. |
3 | সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সমিতির সহ প্রতিষ্ঠাতা ডঃ আব্দুলকারেম আল-খুদার চলমান বিচারের পঞ্চম অধিবেশন আজ অনুষ্ঠিত হয়েছে। | Come avvenuto nella precedente udienza [en], il giudice ha rifiutato alle donne il permesso di assistere al pubblico processo, affermando che il loro posto è a casa. |
4 | পূর্ববর্তী সেশনের মতই, বিচারক প্রকাশ্য আদালতে মহিলাদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া প্রত্যাখ্যান করা অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন, তাঁরা আদালতে নয়; বাড়িতে থাকবে। | L'ultima volta il dr. al-Khudar si è rifiutato di entrare in aula se non fosse stato garantito l'accesso sia agli uomini che alle donne, e il giudice ha emesso un'ordinanza di arresto di quattro mesi. |
5 | শেষবারের মত যখন ডাঃ আল-খুদার নারী ও পুরুষের উভয়ের বিচারের সময় উপস্থিত থাকার অনুমতি ছাড়া আদালতে প্রবেশ করতে অস্বীকার করেন, তখন বিচারক তাঁর বিরুদ্ধে চার মাসের গ্রেফতারি পরোয়ানা জারি করেন। | |
6 | তারপর থেকে ডাঃ আল-খুদার বুরাইধাহ পাবলিক কারাগারে আটক রয়েছেন। | Da allora, il dr. al-Khudar è detenuto presso la Buraydah Public Prison. |
7 | এখানে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে তাকে আদালত ভবন ত্যাগের সময় হাতকড়া পড়া অবস্থায় দেখা যাচ্ছে। | È stato caricato un video in cui lascia l'edificio del tribunale ammanettato. |
8 | সেখানে তিনি বলেছেন: | Nel video egli dice: |
9 | আমি এই জাতির অবস্থার উন্নয়নের চেষ্টার জন্য কারারুদ্ধ হয়েছিলাম। | Sono stato incarcerato perché tento di migliorare la condizione di questo Paese. |
10 | আমি এটা অর্জন করা জন্য প্রার্থনা করছি অথবা আমার মৃত্যুর জন্য প্রার্থনা করুন। | Prego affinché questo si realizzi, altrimenti prego di morire nel tentativo di realizzare ciò. |
11 | আদালত সময়ের পরে হাতকড়া পড়া অবস্থায় ডাঃ আল-খুদার। | Il dr. al-Khudar, ammanettato dopo l'udienza, tramite ACPRATube. |
12 | এসিপিআরএ টিউব থেকে নেওয়া হয়েছে। যখন বিচারক মহিলাদের (ডাঃআল-খুদারের মা ও স্ত্রী সহ) বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি প্রত্যাখ্যান অব্যাহত রাখেন, তখন তিনি কথা বলতে এবং নোট লিখতে অস্বীকার করেন। | Quando il giudice ha continuato a rifiutarsi di ammettere le donne (incluse la madre e la moglie del dr. al-Khudar), egli ha deciso di non parlare e ha scritto una nota che il suo legale ha letto dopo l'udienza: |
13 | নোটটি তার আইনজীবী সেশনের শেষে পড়ে শোনান: আমি শপথ করছি যে, কোরআনের অর্থ বিকৃতির মাধ্যমে ইসলামের নামে নারীদের অধ:পতন আমি সহ্য করব না। | Giuro che non tollererò la degradazione delle donne nel nome dell'Islam travisando i versetti [del Corano] per distorcere il significato inteso da Dio; se la degradazione è nel nome della legge, coloro che l'hanno scritta dovranno renderne conto. |
14 | অবনতি যদি আইনের নামে হয়, তবে যারা এটি লিখবেন তাঁদের দায়ী করা উচিত। | L'udienza successiva si è tenuta sabato 11 maggio. |
15 | এই পোস্টটি আমাদের “সৌদি আরবে আদালতের বিচারে সংস্কারবাদীরা” এর বিশেষ কাভারেজের একটি অংশ: | |