Sentence alignment for gv-ben-20130810-37968.xml (html) - gv-ita-20130813-83603.xml (html)

#benita
1স্লোভেনিয়া: ভলকানের নতুন পুরাতন অপরূপ সৌন্দর্যের পর্যটন ক্ষেত্রSlovenia: alla scoperta della perla turistica dei Balcani
2অনেক আকর্ষণীয় অবকাশ বৈশিষ্ট্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে স্লোভেনিয়া আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপের নাগরিকদের জন্য।La Slovenia [it], caratterizzata da molti aspetti che la rendono una meta ideale per le vacanze, sta diventando negli ultimi anni una destinazione turistica sempre più popolare, in particolare per i turisti europei.
3স্বাস্থ্য পর্যটন বিকাশে স্লোভেনিয়ার ধারণা উদীয়মান সাফল্য পেয়েছে। এই ছোট দেশটিতে এখন বেশ কিছু প্রাকৃতিক খনিজ জলের উৎস এবং স্বাস্থ্য রিসোর্ট রয়েছে।L'idea di focalizzarsi sullo sviluppo di un tipo di turismo incentrato sul benessere si è rivelato un enorme successo: questo piccolo Paese conta attualmente dozzine di centri benessere e terme naturali.
4অবস্থান ও জলবায়ুগত ভৌগলিক সুবিধা ব্যবহার করে স্লোভেনিয়া এর উন্নয়ন পরিকল্পনায় “স্বাস্থ্য প্রকৃতির মাধ্যমে” ট্যাগলাইনের অধীনে ১৫ টি আধুনিক স্বাস্থ্য রিসোর্ট তৈরী করেছে।Sfruttando le condizioni favorevoli di cui gode, sia a livello climatico che di posizione geografica, il piano di sviluppo della Slovenia ha realizzato 15 tra i più moderni centri benessere, caratterizzati dallo slogan “Il benessere attraverso la natura”.
5এই স্পা পর্যটন প্রচারাভিযান স্লোভেনিয়ায় ক্রমবর্ধমান পর্যটক এনে দিয়েছে, যারা সবুজ ভূমধ্য উপকূল পছন্দ করে।Questa campagna, incentrata sul turismo termale, è riuscita a portare in Slovenia [it] un numero sempre crescente di visitatori, appassionati della verde costa mediterranea.
6স্লোভানিয়ার একটি মানুশ্য-প্রাকৃতিক বিস্ময়- স্কসজান গুহা; ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত।Skocjan Caves, una delle meraviglie naturali slovene; utilizzata sotto licenza Creative Commons.
7স্লোভেনিয়ান তটরেখা মাত্র ৪৬. ৬ কিলোমিটার দীর্ঘ, যেখানে পিরান, ইজিলা এবং কোপার উপকূলীয় শহরগুলি তাদের আসল মধ্যযুগীয় কাঠামো এবং অনুভব দ্বারা পর্যটকদের আকর্ষণ করে।Il litorale sloveno si estende solamente per 46,6 km, ma l'atmosfera e le strutture tipicamente medievali delle città di Piran, Izila e Kopar, situate sulla costa, riescono ad attrarre molti turisti.
8এই গ্রীষ্মে সামাজিক মিডিয়া সাইটগুলো ইউরোপ এবং বাকী বিশ্ব থেকে আসা ব্যবহারকারীদের স্লোভেনিয়ায় তাদের অবকাশের সময় উষ্ণ সম্ভাষণের সাথে লোড হয়, যাদের অধিকাংশ দেশটির প্রাকৃতিক বিস্ময়ের দ্বারা প্রভাবিত বলে মনে হয়।Attraverso i social network, turisti provenienti da tutta l'Europa e da tutto il mondo inviano saluti che documentano la loro estate in Slovenia, e ciò che sembra averli particolarmente colpiti sono le meraviglie naturali del Paese.
9গুহা অনুসন্ধানে উত্সাহীদের জন্য একটি ফেসবুক পাতা এক পর্যটকের তোলা আশ্চর্যজনক স্কসজান গুহার ছবি শেয়ার করেছে।Una pagina Facebook per appassionati di speleologia condivide foto dei turisti dalle sorprendenti Grotte Skocjan [en, come tutti i link seguenti].
10স্লোভেনিয়ায় গ্রীষ্ম নিবেদিত আরেকটি ফেসবুক পাতা, ব্যবহারকারীদের রাফটিং এর মতো গ্রীষ্মকালীন ক্রিয়াকলাপের ছবি শেয়ার করেছে।Un'altra pagina, dedicata alle vacanze estive in Slovenia, ci mostra le varie attività stagionali, tra cui il rafting.
11সোঁকা ভ্যালিতে কায়াকিং পাঠ; ছবিঃ সোঁকা রাফটিং, অনুমতিক্রমে ব্যবহৃতLezioni di kayak nella Soča Valley; foto di Soča Rafting, utilizzata su concessione.
12সোঁকা ভ্যালি অনেক কার্যক্রম এবং দুঃসাহসিক অভিযান আহবান করে; ছবিঃ সোঁকা রাফতিং, অনুমতি নিয়ে ব্যবহৃতLa Soča Valley, luogo di numerose attività e avventure; foto di Soča Rafting, utilizzata su concessione.
13সবচেয়ে জনপ্রিয় গন্তব্য তবে, রক্ত পাতের শহর বলে মনে করা হয়:La città di Bled sembra essere la destinazione più popolare:
14লন্ডনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আলাস্টেইর মাভোর রক্তপাতের এই বিষয়ে বলেছেন:Alastair Mavor studia storia alla Nottingham University e viene da Londra. Scrive riferendosi a Bled:
15ব্লেড হ্রদ - প্রশংসনীয় অপরাজেয়!Il lago di Bled - davvero insuperabile!
16#স্লোভেনিয়া #ইন্টারেইল#slovenia #interail
17আরেকজন টুইটার ব্যবহারকারী, মিডিয়া পেশাদারী এবং স্লোভেনিয়ার স্থানীয় বক্তা, @লেঞ্জাএফপাপ বলেছেন:Un altro utente Twitter, @LenjaFPapp, professionista nel settore dei media e madrelingua slovena, scrive:
18আপনার রবিবারের শেষ ঐন্দ্রজালিক উপায়!Come concludere la domenica in modo magico!
19অস্ট্রিয়ার পরিদর্শক @স্টেফদো_ ব্লেড হ্রদের এই চিত্রানুগ ছবি পোস্ট করেছেন:#MassaggioNellaNatura #sLOVEnia @StephDo_, visitatore proveniente dall'Austria, ha pubblicato una foto pittoresca del lago di Bled:
20#ব্লেডে একটি সুন্দর দিন #গ্রীষ্ম২০১৩ #স্লোভেনিয়া #নীল #হ্রদ #বিস্ময়করuna bella giornata a #bled #slovenia #blu #lago #meraviglioso #estate2013
21স্লোভেনিয়ান হ্রদগুলো এখনও দর্শকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, কিন্তু সম্ভবত স্লোভেনিয়া অন্যান্য ক্ষেত্রগুলোতে পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবিসি নিউজ দেশটিকে অবকাশ যাপনের ক্ষেত্রে ইউরোপের প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছে।I laghi della Slovenia attirano ancora la maggior parte dei visitatori, ma questo Paese sembra essere intenzionato a voler spostare l'attenzione su altri luoghi e attività che il paesa ha da offrire, ciò che la ABC News definisce come vacanze nel cuore dell'Europa [en].