Sentence alignment for gv-ben-20090630-3961.xml (html) - gv-ita-20090624-5808.xml (html)

#benita
1কাজাখস্তান: আমলাতন্ত্র, কুটনীতি এবং ব্যক্তিত্ব পুজাKazakhstan: burocrazia, diplomazia e culto della personalità
2ব্লগাররা কাজাখস্তানের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাদের মতামত প্রদান অব্যাহত রেখেছে।
3মেগাখুইমিয়াক রিপোর্ট করছে যে রাষ্ট্রপতির নতুন আদেশ অনুসারে অর্থনৈতিক পুলিশদের আরও ক্ষমতা দেয়া হয়েছে। এখন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে পুরস্কার দেয়া হবে, আমলাদের আয় এবং সম্পত্তির হিসাব রাখা হবে:I blogger continuano a commentare la situazione politica in Kazakhstan. megakhuimyak riporta [rus] che, secondo il nuovo decreto presidenziale, la Polizia Tributaria ha ricevuto poteri straordinari, che gli informatori contro i funzionari corrotti saranno premiati e che le proprietà e i redditi dei funzionari burocratici verranno messi sotto controllo:
4তবে এর খারাপ দিক হচ্ছে এখন কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে ভয় পাবে, ফলে কাজ বন্ধ করে দেবে।La cosa brutta è che ora i funzionari smetteranno di lavorare e prendere decisioni, perché saranno troppo spaventati.
5দয়দিলভো -লেতো জানাচ্ছে যে দেশের সবচেয়ে বড় কয়লা খনিটি, যা (পুর্ব কাজাখস্তানের) একিবাস্তুজ শহরের অর্থনীতির প্রাণ, শরৎ পর্যন্ত বন্ধ থাকবে। ফলে হাজারো নারী-পুরুষকে কাজ এবং আয় ছাড়া বেশ কয়েকমাস চলতে হবে।Dojdlivoe-leto ci informa [rus] che la più grande miniera di carbone, su cui si basa l'economia della città di Ekibastuz (Kazakhstan orientale), sarà chiusa fino all'autunno, e oltre mille uomini e donne rimarranno senza lavoro e salario per diversi mesi.
6পার্শবর্তী শহর কারাগান্দা থেকে প্রিবাল্টজ সরকারের ব্যায়ের রিপোর্ট অনুসন্ধান করে কিছু অনিয়ম পেয়েছে:Pribaltkz, dalla vicina città di Karaganda continua a studiare [rus] i rapporti sulle spese degli enti pubblici, continuando a trovare cose strane:
7প্রসুতীসেবার সেন্টার কিনেছে পেট্রোল, করাত এবং কাঠের গুড়ো।Un centro ginecologico compra una sega elettrica e delle asce.
8আমার এটাও মনে পড়ছে ইউক্রেইনের সংস্কৃতি দিবস পালনের জন্যে টেন্ডার দেয়া হয়েছে তাতার সংস্কৃতি কেন্দ্রকে!Ricordo anche che l'organizzazione dei Giorni della Cultura Ucraina in Kazakhstan venne affidata a un centro culturale tartaro!
9নেরুয়াদ রুষ্ট উজবেকিস্তানে কাজাখবাসীদের গ্রেফতারের ঘটনায় এবং এ নিয়ে সরকারের নিস্ক্রিয়তায়:Neruad si indigna [rus] per l'immobilismo delle autorità sulla detenzione di cittadini kazaki in Uzbekistan:
10২৭ জন কাজাখের গ্রেফতারের ২ মাস পরে সরকারের নজরে আসে ব্যাপারটি।Solo due mesi dopo l'arresto le autorità hanno mostrato interesse per il destino di 27 cittadini del Kazakhstan.
11বৈদেশিক মন্ত্রনালয় তেমন চেষ্টাই করেনি ব্যাপরটি খতিয়ে দেখতে। সরকারী প্রচার মাধ্যম ঘটনাকে আড়ালে রেখেছে আর ওদিকে আটকে পরাদের আত্মীয় স্বজন চিন্তায় মরে যাচ্ছে যে সরকারের এই নিষ্ক্রিয়তার ফলে তাদের ভবিষ্যৎ কি হবে।Il Ministro degli Esteri ha fatto alcuni goffi tentativi di occuparsi del caso, i media ufficiali hanno nascosto l'incidente, mentre i parenti dei detenuti sono quasi all'esaurimento nervoso a causa dell'inattività degli organi di stato.
12কাতেলকা বিস্মিত যে সে রাজনীতির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে:Katelka è sorpresa [rus] dal sentirsi sempre più politicizzata:
13আমি এখন প্রতিদিন কাজাখ খবর পড়ি।Leggo le notizie dal Kazakhstan.
14আগে বছরে দুবারও পড়তাম কিনা সন্দেহ।Prima lo facevo solo due volte all'anno.
15তবুও আমি ব্লগারদেরই বেশী বিশ্বাস করি।Ora lo faccio quotidianamente, e ancora mi fido di più dei blogger.
16ওদিকে থাউজ্যান্ড-পা ব্যাক্তিপুজোর নতুন স্বরুপ খুঁজে পেয়েছে।Intanto, thousand-pa riflette [rus] su una nuova svolta nella costruzione del culto della personalità.
17ক্ষমতাসীন রাজনৈতিক দল “নুর ওতান” আন্তানার আন্তর্জাতিক বিমানবন্দরকে (রাষ্ট্রপতি) নুরসুলতান নজরবায়েভের নামে নামকরন করতে চাচ্ছে:Il partito al governo “Nur-Otan” proporrà di dedicare l'aeroporto internazionale di Astana a Nursultan Nazarbayev:
18আমার মনে হয় একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির নামে বিমানবন্দরের নামকরণ একটু তাড়াতাড়িই হয়ে যায়।Penso che sia un po' prematuro dedicare l'aeroporto al presidente in carica.
19তারা অবশ্য বিমানবন্দরের নামকরণের নমুনা দেখাচ্ছে - তবে সব উদাহরণেই গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর পরে বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।Hanno fornito tanti esempi di aeroporti “nominativi” - ma tutti questi aeroporti sono stati rinominati dopo l'uscita di scena delle personalità di cui portano il nome…
20নিউইউরোএশিয়াতেও এটি প্রকাশিত হয়েছে।Pubblicato anche su neweurasia.net [in].