# | ben | ita |
---|
1 | সৌদী আরব: তাবুক মেয়ের বিয়ে | Arabia Saudita: il matrimonio di #Tabukgirl |
2 | বাবা তাঁর অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বৃদ্ধ ব্যক্তির সংগে বিয়ে দিতে চান - এমন ঘটনা বিশেষতঃ সৌদী আরব ও ইয়েমেনে নতুন কিছু নয়। | Non è la prima volta che un padre vuole dare in sposa la propria figlia minorenne a un uomo anziano, soprattutto in Arabia Saudita e nello Yemen. |
3 | সামাজিক প্রচার মাধ্যমের কল্যাণে “তাবুকের মেয়ের” বিতর্কিত গল্প বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। | Negli ultimi giorni però sui social network è emersa la controversa vicenda della “ragazza di Tabuk”. |
4 | সংবাদ মাধ্যমগুলোর সাইটে বলা হয়েছে মেয়েটি ১৭ বছর বয়সী যদিও সামাজিক নেটওয়ার্ক সাইট #তাবুকমেয়ে বলছে মেয়েটি ১৪ বছর বয়স্ক। বয়স বড় কথা নয়, যদি মেয়েটির চাচা বাধা না দিত তবে মেয়েটির বাবা তাঁকে হয়ত ৬০ বছর বয়স্ক লোকের সাথে বিয়ে দিত। | Secondo i media ufficiali la ragazza avrebbe 17 anni [en, come tutti gli altri link, salvo diversamente specificato], ma gli utenti dei social network sostengono che #Tabukgirl ne abbia solo 14. A prescindere dalla sua vera età, se non fosse intervenuto lo zio, la ragazza sarebbe stata costretta dal padre a sposare un uomo di 60 anni. |
5 | তাঁর চাচা তাঁর বাবার বিরুদ্ধে বিয়ে বন্ধের জন্য আদালতে মামলা করে, আগামী অক্টোবরে আদালতের সিদ্ধান্ত প্রদানের আগে আদালত বিয়ে বন্ধ রাখার নির্দেশ জারী করে। | Lo zio ha denunciato il fratello per impedire il matrimonio, che nel frattempo è stato bloccato in attesa della sentenza del tribunale, prevista per ottobre. |
6 | তাবুকের মেয়ের কি হয়েছে সে বিষয়ে কুয়েতি শিল্পী মোহাম্মদ সারাফ-এর গ্রাফিক কর্ম | Illustrazione dell'artista kuwaitiano Mohammed, che denuncia quanto successo alla ragazza di Tabuk. |
7 | টুইটারের একাধিক প্রতিক্রিয়ার মধ্যে আইমি রাশ নামের একজন সৌদী এম এ পর্বের ছাত্র (@আইমিরাশ) তাঁর দেশকে নিচের প্রশ্নগুলো করেন: | Su Twitter si sono scatenate le proteste. Una studentessa universitaria saudita, che si fa chiamare Aimee Rash (@AimeeRash), lancia un appello all'intero Paese: |
8 | @আইমিরাশ: বাবা-মা এবং অভিভাবকরা যাতে তাঁদের মেয়েদের জোর করে বিয়ে দিতে না পারেন এবং ১৮ বছর বয়সের নিচে যাতে বিয়ে নিষিদ্ধ করা হয় এসব বিষয়ে আমাদের আইন প্রণয়ন করা প্রয়োজন। | @AimeeRash: Dobbiamo introdurre una legge che impedisca a genitori e tutori di costringere le ragazze a sposarsi oppure vietare i matrimoni sotto i 18 anni. |
9 | পিএইচডি ছাত্র মাহা আল-জায়ের(@মালজায়ের১৮০) ও একই দাবি তোলেন | Anche il dottorando Maha Al-Zayer (@malzayer180) [ar] chiede un intervento di tipo legislativo: |
10 | @মালজায়ের১৮০: অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে বন্ধের বিষয়ে আমাদের একটি আইনের প্রস্তাব করা উচিত | @malzayer180: Dobbiamo proporre una legge che ponga fine ai matrimoni dei minorenni. |
11 | সৌদী টুইটার ব্যবহারকারী আইমান (@আইমন১৯৮৪) নারী ও শিশুদের অধিকারকে যারা সম্মান করেন না তাঁদের আক্রমণ করেন: | L'utente saudita Aiman (aimn1984) [ar] attacca chi non rispetta i diritti di donne e bambini: |
12 | @আইমন১৯৮৪: ধর্ম ও জাতিয়তা নির্বিশেষে যারা নারীদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করে এবং শিশুকাল রক্ষার দাবিতে সোচ্চার হয় না তাঁরা মানুষ নয়। | @aimn1984: Chi discrimina le donne e non ne riconosce i diritti, e chi non interviene per proteggere l'infanzia non è un essere umano, a prescindere dalla sua nazionalità e religione. |
13 | ডানা কাদৌরা ( ডানাকিউভি) তাবুকের মেয়েটির কি ঘটেছিল সে বিষয়ে বলেন: | Dana Qaddoura (DanaQV) condanna quanto accaduto alla ragazza di Tabuk, e commenta così l'episodio: |
14 | @ডানাকিউভি: আমি দুঃখিত, আমি আন্তরিকভাবেই আমার নিজের মেয়েকে তাঁর দাদার বয়সী একজনের হাতে ছেড়ে দিতে পারিনা | @DanaQV: Mi dispiace, ma onestamente non posso proprio immaginarmi di dare mia figlia a un uomo che potrebbe essere mio nonno. |
15 | বিয়েতে মেয়েটি সম্মত ছিল কি না সে বিষয়ে খলিল জুবরান (থার্ড_পয়েন্ট) ভিন্নমত পোষণ করেন: | Khalil Jubran (third_point) [ar] considera inutile discutere se la ragazza abbia acconsentito o meno al matrimonio: |
16 | @থার্ড_পয়েন্ট: শিশুরা শিশুই, বিয়েতে তাঁর সম্মতি আছে কি নেই সেটা বিষয় নয়। | @third_point: Un minore resta un minore, indipendentemente dal fatto di oppporsi al matrimonio. |
17 | যা ঘটেছে সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ, সব দিক বিবেচনায় তাঁর বাবা, কাজী, সাক্ষী এবং যারা নিশ্চুপ ছিলেন তাঁরা প্রত্যেকেই এ অপরাধ সংগঠনে অংশগ্রহণ করেছেন। | Questo è un crimine contro l'umanità, al quale hanno partecipato tutte le parti, inclusi il padre, l'ufficiale dello stato civile, i testimoni e chi ha taciuto. |
18 | সৌদী সমাজের পুরুষতান্ত্রিকতার ছবির প্রতিফলন কিভাবে তাবুকের মেয়েটির গল্পে উঠে এসেছে সে বিষয়ে সৌদী ব্লগার জাকি সাফার (@ জাকি_ সাফার) তুলে ধরেছেন: | Il blogger saudita Zaki Safar (@Zaki_Safar) spiega come la storia della ragazza di Tabuk rifletta il maschilismo della società saudita: |
19 | @ জাকি_ সাফার: সৌদী রাজতন্ত্র: যেখানে পুরুষের যৌন প্রবণতার মাপকাঠিতে ধর্ম নিয়ন্ত্রিত হয় | @Zaki_Safar: L'Arabia Saudita: un regno dove la religione è plasmata per soddisfare le esigenze sessuali degli uomini. |
20 | তাঁর নিজের রাষ্ট্রে এ ধরণের ঘটনা ঘটায় একজন সৌদী আমর দুলাইমি ( @ আমর_ ডি) তাঁর লজ্জা ব্যক্ত করেন: | Un altro saudita, Amr Dulaimi, (@Amr_D) dice di vergognarsi perchè l'episodio si è verificato nel suo Paese: |
21 | @আমর_ ডি: # তাবুক মেয়ে কি অবাস্তব গল্প? | @Amr_D: #TabukGirl è una storia vera? |
22 | আমরা এখন #২০১১ তে! | Siamo nel #2011! |
23 | শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করা মুথা ফুকার সাথে একই পাসপোর্ট ধারণ করে আমি লজ্জিত | Mi vergogno di avere lo stesso passaporto di quel pedofilo. |
24 | সৌদী সাংবাদিক আব্দুল্লাহ হায়েদহাহ (@আব্দুল্লাহহায়েদহাহ) [আরবি] মেয়েটির চাচার সাথে গৃহিত সাক্ষাতকারের কিছু বিষয় টুইট করেন: | Il giornalista saudita Abdullah Haydhah (@AbdullahHaydhah) [ar] rilancia alcune informazioni in merito all'intervista allo zio della ragazza, pubblicata a breve: |
25 | @আব্দুল্লাহহায়েদহাহ: আমার সহকর্মী ঘাদা মোহাম্মেদ সাক্ষাতকার গ্রহণ করেন, যা পরবর্তীতে ইলাফ সংবাদপত্রে প্রকাশিত হয়, তাবুকের মেয়ের চাচা তাঁকে জানান বিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে তাঁর ভাই তাঁকে দেখে নেবেন মর্মে হুমকী প্রদান করে। | @AbdullahHaydhah: In un'intervista realizzata dal mio collega Ghada Mohammed, che sarà pubblicata sul giornale Elaph, lo zio della ragazza di Tabuk racconta di essere stato minacciato dal fratello, che gli avrebbe intimato di non ostacolare il matrimonio. |
26 | আরেকজন মহিলা সৌদী টুইটার ব্যবহারকারী আরুব আলুফি (@আরুবএম) এ বিয়ের বিষয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন: | Aroob Aloofi, (@AroobM), altra utente saudita, esprime disgusto per la situazione: |
27 | @আরুবএম: অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে করা আপনাকে # শিশুদের প্রতি যৌন আসক্ত ব্যক্তিতে পরিণত করবে। | @AroobM: Chi sposa una minorenne è un #pedofilo. |
28 | আপনারা অসুস্থ বেজন্মারা ছোট্ট মেয়ে চান স্ত্রী নয়। | Siete dei malati, volete una bambina, non una moglie. |