# | ben | ita |
---|
1 | ইরান: আমরা সবাই কম্পিউটার অপরাধী | Iran: siamo tutti criminali informatici |
2 | আর আপনি ভেবেছিলেন আপনার কম্পিউটারেই সমস্যা আছে। ছবি তুলেছেন অ্যামান্ডা ট্রেট্রল্ট এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত | E pensavi di avere problemi al computer, foto di Amanda Tetrault su Flickr con licenza Creative Commons |
3 | ইরানের সরকারের কাছে একটা আইন আছে যার ফলে সম্ভব হয় যে কোন ধরনের ইন্টারনেট ব্যবহারকারীকে অপরাধী হিসাবে চিহ্নিত করা। | |
4 | ‘কম্পিউটার অপরাধ আইন' (৫৬টি ধারা সম্বলিত একটা আইন) ইরানের সংসদ দ্বারা ২০০৯ সালের জানুয়ারী মাসে পাশ হয়। এটা বেশ কার্যকর ভূমিকা রেখেছে বেশ কিছু সাইবার কর্মী আর ব্লগারদের আটক আর অত্যাচার করার ক্ষেত্রে, কিন্তু এর ধারাগুলো কখনোই খুব বেশী জনগণের দৃষ্টি আকর্ষণ বা তদন্তের সম্মুখীন হয়নি। | La “Legge sui Crimini Informatici” (composta da 56 articoli), approvata dal Parlamento nel gennaio 2009, è stata usata per processare e reprimere cyber-attivisti e blogger, ma i suoi articoli non hanno mai ricevuto molta attenzione da parte dell'opinione pubblica né sono stati oggetto di un esame approfondito. |
5 | তাহলে আসুন আমরা কিছু বিভ্রান্তিকর, অবাস্তব আর সব কিছু ধরার চেষ্টা করা আইনের কিছু ধারা দেখি ইন্টারনেট ব্যবহার আর অনলাইনের বিষয়বস্তু নিয়ে। | Diamo perciò un'occhiata ad alcuni tra gli aspetti poco chiari, surreali o vaghi della normativa sull'uso di Internet e dei contenuti online. |
6 | কম্পিউটার অপরাধ আইন অনুসারে অপরাধী নির্ধারণ করার মূল নির্ণয়কগুলো হলো এইগুলো, যা একজন গণ বৈপ্লবিক আইনজীবির ব্লগে (দুইটা সূত্র থেকে সমর্থিত) তালিকা করা হয়েছে: | Secondo la legge sui crimini informatici, come riportata sul blog di un pubblico ministero della Rivoluzione (e dopo un controllo tramite incrocio di due fonti), le principali categorie di materiali illegali [fa] sono: |
7 | ক) অনৈতিক বিষয়বস্তু খ) ইসলাম বিরোধী বিষয়বস্তু গ) নিরাপত্তা বিরোধী আর জনগণের শান্তি নষ্টকারী ঘ) মেধাভিত্তিক সম্পত্তি আর অডিও ও ভিজুয়াল বিষয় নিয়ে অপরাধী বিষয়বস্তু ঙ) অন্যদেরকে অপরাধ করার জন্য উদ্ধুদ্ধ, আমন্ত্রণ বা উস্কানি দেয়া চ) রাষ্ট্র আর সরকারী প্রতিষ্ঠান আর তাদের দায়িত্ব বিরোধী বিষয়বস্তু ছ) অন্যান্য কম্পিউটার অপরাধকে সাহায্য করার মতো বিষয়বস্তু | A - Contenuto immorale B - Contenuto anti-islamico C - Disturbo e minaccia della quiete pubblica D - Contenuto criminale riguardante questioni di proprietà intellettuale e di pubblicazione audiovisiva E - Contenuti che istigano, provocano o esortano a commettere atti criminali F - Contenuti contro lo Stato, le pubbliche istituzioni e i loro poteri G - Contenuti usati per facilitare altri crimini informatici |
8 | কোন কৌতুক করার মানসিকতা নেই | Nessun senso dell'umorismo |
9 | ইসলামি প্রজাতন্ত্রের গঠনতন্ত্র বিবেচনা করলে ইসলাম বিরোধী বিষয় প্রকাশ আর বিতরণ নিষিদ্ধ করা ঠিক মনে হয়, কিন্তু অপরাধমূলক বিষয়ের ব্যাখ্যা অনেক বিস্তৃত হয়েছে। | Sembra razionale, nel contesto della Repubblica Islamica, bandire la pubblicazione e la distribuzione di contenuti anti-islamici, ma qui la definizione di materiali illegali ha una portata più ampia. |
10 | দেশ, সরকারী প্রতিষ্ঠান আর কর্তৃপক্ষকে অপমান আর ব্যঙ্গ করা অপরাধের মধ্যে পরিগণিত হচ্ছে। | Vengono considerati reati anche l'offesa e la satira nei confronti dello Stato, delle pubbliche istituzioni e delle autorità. |
11 | অন্য কথায় আপনাকে কম্পিউটার অপরাধে অপরাধী ধরা হবে যদি আপনি ইরানের নেতা, নবী আর ধর্মকে অপমান করেন বা রাষ্ট্র চালিত পরিবহন বা বিদ্যুত নিয়ে যদি মজা করেন। | In altre parole, si può essere accusati di commettere crimini informatici per un insulto ai leader iraniani, ai profeti o alla religione stessa, ma anche solo per una battuta sui trasporti pubblici o sulla fornitura pubblica di energia elettrica. |
12 | হ্যাঁ সত্যি। | Proprio così. |
13 | রাষ্ট্র পরিচালিত সংস্থা আর কর্তৃপক্ষের ব্যাপারেও জনগণের মতামত বেআইনি। | È illegale anche avere un'opinione scomoda riguardo agli enti Statali o alle autorità. |
14 | খরচ করবেন না, লিঙ্ক করবেন না | Niente sprechi, niente link |
15 | যে সকল বিষয়বস্তু অন্যদের উদ্বুদ্ধ, আমন্ত্রণ বা উস্কিয়ে দেয় অপরাধ করতে তা বেআইনি, কিন্তু একই পরিমানে আইনবিরোধী হচ্ছে সংবেদনশীল (সম্ভাব্য ফিল্টার করা) বিষয়ের প্রতি লিঙ্ক করা, যা নিজেই খারাপ হিসাবে বিবেচিত হতে পারে সংঘাত তুলে ধরা, মাদক বা চোরাচালানি বা অন্য কিছুর মতো। | Contenuti che istigano, provocano o inducono a commettere atti criminali sono illegali ma, allo stesso modo, anche linkare questi contenuti (potenzialmente filtrati) può essere considerato istigazione alla violenza, all'uso di droghe o al contrabbando o a qualsiasi altra cosa. |
16 | ইসলামিক প্রজাতন্ত্রের সাংসদরা এমন বিষয়বস্তু আইন বিরোধী বিবেচনা করেন যা ‘অপচয়' (যেমন অবিবেচক অর্থ ব্যয়ের মতো) । | Per i legislatori della Repubblica Islamica sono contro la legge anche i contenuti che incoraggiano lo “sperpero” (inteso come spreco di risorse). |
17 | অন্য কথায় কেউ যদি ইন্টারনেটকে বাণিজ্যিক বা বাজারজাতকরণের কাজে ব্যবহার করেন তাকে প্রশ্ন করা যাবে। | In altre parole, può essere sottoposto a interrogatorio chiunque usi Internet a fini commerciali o di marketing. |
18 | ‘অপচয়' কথাটা পরিষ্কার না আর তাই বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। | |
19 | জীবনের থেকে বড় অপরাধ | Crimini non ben definiti |
20 | বেআইনি হচ্ছে কোন প্রচারণা বা প্রতিবেদন প্রকাশ করা যা এই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কিছু লেখে, ইরানের সংবিধানের পরিপন্থী হয়, বা ইসলামিক প্রজাতন্ত্রের নীতিকে আঘাত করে। | È illegale anche la propaganda o la pubblicazione di articoli contro la Repubblica Islamica o la Costituzione iraniana, ritenuti ingiuriosi nei confronti dei principi della Repubblica Islamica stessa. |
21 | অনেক অবলোকনকারী অবাক হয়েছিলেন যখন ইরানী আইন কর্মকর্তারা ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইটকে দোষ দিয়েছিলেন ২০০৯ সালের জুন এর মাসের নির্বাচন পরবর্তী বিক্ষোভ পরিচালনাকারীদের বিচারের সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের। | Molti osservatori sono rimasti sorpresi quando Facebook e altri siti web sono stati accusati [en] dall'autorità giudiziaria di partecipare a un complotto contro il regime, durante gli scontri avvenuti in occasione della protesta post-elettorale nel giugno 2009. |
22 | একবার এই ধরনের বিষয় ক্রিমিনাল আইনের আওতায় পড়লে, সাধারণ সামাজিক মিডিয়ার কাজ ইরানে অপরাধমূলক হিসাবে ধরা হবে ইরানে। | Una volta che simili materiali rientrano fra i casi previsti dalle leggi penali, anche una normale attività di social media, in Iran, può essere considerata criminale. |
23 | স্বচ্ছতার অভাব কেবলমাত্র বিষয়বস্তুতে সীমাবদ্ধ নয়, বরং আরো সাধারণভাবে ইন্টারনেট ব্যবহার করা নিয়েও। | La mancanza di chiarezza non riguarda solo la restrizione dei contenuti ma, più in generale, l'uso di Internet. |
24 | আইনের একটা ধারা অনুসারে, কারো অধিকার নেই যোগাযোগের অনুমতি ছাড়া ‘ইন্টারনেট প্রোটোকলের উপরে নির্ভরশীল আন্তজার্তিক ব্রডব্যান্ড ব্যবহার করার'। | Secondo uno degli articoli della norma, nessuno ha il diritto di usare una “banda larga internazionale basata sull'Internet Protocol” senza esplicita autorizzazione. |
25 | পার্সীতে [پهنای باند بین المللی] শব্দটিকে আমি ‘আর্ন্তজাতিক ব্রডব্যান্ড' অনুবাদ করেছি কিন্তু আসলে তারা কি বোঝাতে চাচ্ছেন তা পরিষ্কার না। | Le parole persiane [پهنای باند بین المللی] possono essere tradotte come ”banda larga internazionale”, anche se non è ben chiaro che cosa significhi. |
26 | দুইজন ইরানী সাইবার কর্মী, আমিন সাবেতি আর আরাশ কামাঙ্গির, দুইজন এই নিষেধাজ্ঞাকে বিভ্রান্তিকর মনে করেন আর ইমেইলে আমার কাছে মন্তব্য করেছেন, “সম্ভবত এর মানে হলো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা” যা ইরানে নিষিদ্ধ। | I due cyber-attivisti iraniani Amin Sabeti [en] e Arash Kamangir [en] considerano questa restrizione poco chiara e, come hanno fatto notare via email, si riferisce probabilmente all'accesso a Internet tramite satellite, proibito in Iran. |
27 | কিন্তু এটা টেলিযোগাযোগ সফটওয়্যার স্কাইপের ব্যবহারকেও ইঙ্গিত করে থাকতে পারে। | Però potrebbe anche riferirsi ll'uso di software di messaggistica e telefonia online tipo Skype. |
28 | কেবল কথার থেকে বেশী | Non solo parole |
29 | এই আইন কেবল কাগজে লেখা না। | Questa legge non è solo un pezzo di carta formale. |
30 | সাম্প্রতিক বছরে বেশ কয়েকবার এটা ব্যবহার করা হয়েছে ব্লগার আর সাইবার কর্মীদের শৃঙ্খলিত করার জন্য। | Negli ultimi anni, è stata già usata varie volte per incastrare blogger e cyberattivisti. |
31 | ইরানী ব্লগার ওমিদ রেজা মির সায়াফি ধর্মীয় নেতাদের অপমান করার জন্য জেলে যান আর জেলেই ২০০৯ সালে মারা যান। | Il blogger iraniano Omid Reza Mir Sayafi [en, fa], arrestato per aver offeso alcuni leader religiosi, è morto in prigione nel 2009. |
32 | মাত্র দুই মাস আগে, ব্লগার হুসেইন দেরাখশান ১৯ বছরের জেলের সাজা পান শত্রু দেশের সাথে সহায়তা, প্রচারণা প্রচার আর ধর্মীয় ব্যক্তিত্বের অপমান করার জন্য। | Soltanto due mesi fa, il blogger Hossein Derakhshan [en, fa] è stato condannato a 19 anni di prigione per cooperazione con Paesi ostili, propaganda e ingiuria di leader religiosi. |
33 | পরিশেষে, ইরানের আইন কর্মকর্তারা আমাদের জিজ্ঞাসা করতে বাধ্য করেছেন যে ইরানী নাগরিকদের জন্য বেশী বিপদজনক কি- আইনহীনতা নাকি আইন নিজেই? | In conclusione, le autorità giudiziarie inducono a chiederci: è più pericoloso per i cittadini iraniani l'assenza di leggi, o piuttosto normative come questa? |