Sentence alignment for gv-ben-20110718-18882.xml (html) - gv-ita-20110720-42612.xml (html)

#benita
1তিউনিসিয়া: শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা পুলিশের নির্মমতায় ছত্রভঙ্গTunisia: La polizia reprime brutalmente una manifestazione pacifica
2এ পোস্টটি আমাদের তিউনিসিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশIl 15 luglio scorso, la polizia tunisina ha represso brutalmente la manifestazione organizzata davanti la sede del Governo.
3গতকাল (১৫ই জুলাই) মন্ত্রীসভার প্রধান কার্যালয়ের বাইরে তিউনিসিয় পুলিশ বিক্ষোভকারীদের নির্মমভাবে ছত্রভঙ্গ করে।I manifestanti chiedevano riforme e stavano organizzando un terzo sit-in nella Piazza della Kasbah: l'epicentro delle proteste nella capitale Tunisi.
4Tra le principali richieste dei manifestanti figuravano le dimissioni del Ministro della Giustizia, considerato incapace di portare a termine i propri impegni e di “sottoporre al vaglio della giustizia gli assassini dei martiri della rivoluzione” nonchè di quello degli interni, Hbib Essid, che occupava posizioni ministeriali chiave durante il regime di Ben Ali.
5বিক্ষোভকারীরা সংস্কারের দাবি জানায় ।[en, come tutti gli altri link, tranne ove diversamente specificato]. Polizia a Tunisi.
6বিক্ষোভকারীরা তিউনিসিয়ার রাজধানী তিউনিসের ঐতিহাসিক কেন্দ্র কসবা স্কয়ারে তৃতীয়বারের মত অবস্থান নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল।Foto di Kissa online blogspot. Durante la manifestazione si potevano ascoltare anche slogan di denuncia contro l'esclusione dei giovani dal processo decisionale e la richiesta di indipendenza del potere giudiziario.
7বেন আলির শাসনামলে মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বর্তমান বিচার মন্ত্রী হাবিব এসিদ তাঁর দায়িত্ব পালনে অক্ষম এ অভিযোগে ও “ বিপ্লবে শহীদের হত্যাকারীদের বিচার করার দাবিতে” বিক্ষোভকারীরা সোচ্চার।Le forze di sicurezza hanno fatto ricorso a gas lacrimogeni e ai manganelli per impedire che i manifestanti si radunassero e organizzassero il sit-in. Su Twitter, i tunisini hanno riportato le cronache di quella giornata e continuato ad aggiornare le persone di tutto il mondo sugli sviluppi della manifestazione:
8তিউনিসিয়ায় পুলিশ, ছবি কিসসা অনলাইন ব্লগপোস্টের সৌজন্যে@walidsa3d: La Polizia sta cercando di disperdere i manifestanti utilizzando gas lacrimogeni #kasbah3
9প্রতিবাদকারীগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের বাইরে রাখা এবং স্বাধীন বিচার ব্যবস্থার দাবিতে শ্লোগান দেয়।@tunisien: I tunisini insoddisfatti stanno cercando di organizzare un sit-in pacifico e la polizia li accoglie con la violenza.
10বিক্ষোভকারীরা যাতে সমবেত হতে না পারে এবং অবস্থান ধর্মঘট শুরু করতে না পারে সে জন্য নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে।#Kasbah3 Le forze di sicurezza hanno fatto irruzione anche in una moschea, tirando fuori i manganelli per colpire quei manifestanti che vi avevano trovato rifugio.
11বহির্বিশ্বকে ঘটনা জানানোর জন্য এবং আপডেট জানানোর জন্য টুইটারে তিউনিসিয়রা ঘটনা প্রবাহ রেকর্ড করে।@walidsa3d I poliziotti irrompono nella moschea della Kasbah e conducono fuori i manifestanti utilizzando manganelli. #Kasbah3
12@ওয়ালিদসা৩ডি:কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ প্রতিবাদারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালাচ্ছে # কসবাহ৩@ByLasKo: Les flics ont forcé la porte de la mosquée, tabassé et expulsé les gens qui s'y étaient réfugiés #kasbah3
13@tunisien:অসন্তুষ্ট, তিউনিসিয়রা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করার চেষ্টা করছিল আর পুলিশ তাঁদের সহিংসতা দিয়ে স্বাগত জানিয়েছে।I poliziotti hanno forzato la porta della moschea, hanno picchiato ed espulso le persone che vi si erano rifugiate.
14# কসবাহ৩#kasbah3
15মসজিদের ভিতরে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের উপরও নিরাপত্তা বাহিনী আক্রমণ চালায়।Nel video YouTube che segue si possono vedere i manifestanti che si rifugiano nella Moschea vicino Piazza della Kasbah, scandendo slogan come “Fedeli al sangue dei Martiri”.
16@ওয়ালিদসা৩ডিকসবা মসজিদে পুলিশ ঝড়ো অভিযান চালায় এবং লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয় # কসবাহ৩Alcuni di loro sono evidentemente asfissiati a causa dei gas lacrimogeni. Decine di manifestanti sono stati arrestati.
17পুলিশ মসজিদের দরজায় আঘাত করে, বিক্ষোভকারীদের পেটায় এবং যারা ভেতরে আশ্রয় গ্রহণ করেছিল তাঁদেরকে বের করে দেয়Sul blog Kissa-online [ar] si può leggere un messaggio che chiede la liberazione di queste persone
18নিচের ইউটিউব ভিডিওতে দেখা যায় “শহীদের রক্তের প্রতি বিশ্বস্ত”- এ শ্লোগান দিয়ে কসবাহ স্কয়ারের নিকটবর্তী একটি মসজিদে বিক্ষোভকারীরা আশ্রয় নেয়। কাঁদানে গ্যাসের কারনে অনেকেরই শ্বাসরোধ হয়।Chiediamo a gran voce il rilascio immediato di tutti coloro che sono stati arrestati (pare che il loro numero si aggiri intorno alle 48 persone), in particolare i blogger e utenti Facebook Mohamed Cheyeh, Shaheed Belhaj e Aman Allah Mansouri.
19আমরা জোর গলায় গ্রেফতারকৃতদের (ধারনা করা হয় ৪৮ জন) আশু মুক্তি কামনা করছি, বিশেষ করে ব্লগার ও ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ চিয়েহ, শাহিদ বেলহাজ এবং আমান আল্লাহ মনসুরীর।26 tra gli arrestati in Piazza della Kasbah sono stati rilasciati, 20 saranno processati e 35 sono stati costretti a servire l'esercito nazionale. I metodi brutali adottati dalla polizia nei confronti dei manifestanti hanno irritato i blogger tunisini, richiamando alla mente i vecchi metodi utilizzati dal regime precedente.
20বিক্ষোভকারীদের প্রতি পুলিশ কর্তৃক পরিচালিত বর্বর পদ্ধতি তিউনিসীয় ব্লগারদের ক্ষুব্ধ করেছে এবং তাঁদের আগের শাসনামলের পুরোনো পদ্ধতির কথা স্মরণ করিয়ে দিয়েছে।Di seguito si possono leggere alcune reazioni che sono apparse su Twitter. @maroo_king: la #Kasbah3 n'était pas grand-chose (300 personnes) ! je suis pas d'acc avec ce sit-in mais je suis aussi contre la violence de la police !
21টুইটারের কিছু প্রতিক্রিয়া।La #Kasbah3 non è stata una gran cosa (300 persone)!
22##কসবাহ৩ কিছুই ছিল না (৩০০ বিক্ষোভকারী)! আমি অবস্থান ধর্মঘটকে সমর্থন করিনা, আমি পুলিশের সহিংসতার বিপক্ষেIo non sono affatto d'accordo con questo sit-in ma sono contraria alla violenza messa in atto dalla polizia.
23আমার মনে হয় পুলিশ কর্মকর্তারা এখনও বুঝতে পারেনি যে আমরা এখন পুলিশী রাষ্ট্রের মধ্যে নেই।Io credo che la polizia non abbia ancora capito che è finita l'epoca di uno stato poliziesco.
24#কসবাহ৩#Kasbah3
25আমি #কসবাহ৩-এর সমর্থক নই, কিন্তু রাস্তার চাপ(আন্দোলন) থাকাটা জরুরি, কাঁদানে গ্যাস সমর্থনযোগ্য নয় EmailNon mi riconosco nei manifestanti della #Kasbah3, ma la pressione delle strade è sempre qualcosa di importante e l'uso di gas lacrimogeni non è affatto giustificato.
26লিখেছেনAfef Abrougui
27অনুবাদ করেছেন আলীম