Sentence alignment for gv-ben-20120324-23890.xml (html) - gv-ita-20120327-56577.xml (html)

#benita
1ভিডিও: আদিবাসী সম্প্রদায়ের বিকাশ এবং শাসনVideo: l'autogestione delle comunità indigene in America Latina
2আদিবাসী অঞ্চল এবং শাসন মঞ্চ [স্প্যানিশ] লাতিন আমেরিকার আদিবাসী জনগণকে তাদের অঞ্চল এবং সম্প্রদায়ের শাসনকে শক্তিশালী করতে সমর্থ হওয়ার জন্যে হাতিয়ার ও সম্পদ সরবরাহ করার জন্যে একসাথে কাজ করা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে গঠিত।La piattaforma “Territorio Indigena y Gobernanza” [es, come gli altri link] è stata creata da una serie di istituzioni allo scopo di fornire alle popolazioni indigene dell'America Latina gli strumenti e le risorse per il rafforzamento della governance sul territorio e tra le comunità.
3তাদের উন্নতি নথিবদ্ধ করতে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারাবাহিক ব্যবহার করা হয়েছে।Per documentare il loro progresso sono stati realizzati alcuni video.
4সমস্ত লিংকগুলো স্প্যানিশ ভাষার সাইটগুলোতে নিয়ে যাবে।In Colombia, l'Associazione dei Consigli Indigeni del Nord del Cauca (ACIN) raggruppa più di 14 riserve e 16 consigli autogestiti.
5কলম্বিয়াতে, উত্তর কাউকা এলাকার আদিবাসী পর্ষদ গুলোর সমিতি আদিবাসী (এসিআইএন) ১৪টিরও বেশি সংরক্ষণ এবং ১৬টি আদিবাসী পর্ষদকে একত্রিত করেছে এবং তাদের প্রচেষ্টার ফলে আদিবাসী সম্প্রদায়গুলো দুগ্ধজাত পণ্য, ফলের রস, ইক্ষুজাত চিনি, রুটি উৎপাদনের পাশাপাশি এই পণ্যগুলো কমিউনিটির দোকানগুলোতে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্য গুদামজাত করে কমিউনিটির অন্যান্য সামাজিক প্রকল্পগুলোকে সাহায্য করার মাধ্যমে নিজেদের অর্থনীতি এবং পরিবেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে।
6বিনিময় প্রথা, প্রশিক্ষণ, এবং পণ্যের কেন্দ্রীকরণের মাধ্যমে তারা আদিবাসী সম্প্রদায় গুলোকে খাদ্য নিরাপত্তার সাথে সাথে আয়ের উৎস প্রদানের চেষ্টা করছে।Tramite i loro interventi, le comunità indigene hanno iniziato a raggiungere il controllo dell'economia e dell'ambiente, grazie a piccole attività imprenditoriali che producono latticini, succhi di frutta, zucchero di canna, pane.
7ইকুয়েডরে পাস্তাজার কিচওয়া'দের ১৩১ সম্প্রদায়ের ১৬,২৪,৭৭৮ হেক্টর (৪০,১৪,৯১৩.Inoltre, hanno intrapreso la commercializzazione di questi prodotti per fornire le provviste alla comunità nonché sostenere altri progetti sociali.
8Attraverso sistemi di baratto, preparazione e accentramento dei prodotti, si punta a una garanzia minima di sicurezza del cibo per le comunità indigene nonché come potenziali fonti di reddito.
9৮৭ একর) এলাকা আছে। কয়েক বছর ধরে টেকসইভাবে তারা এই এলাকার ব্যবস্থাপনা করছে।In Ecuador, i Kichwas de Pastaza hanno un territorio di 1.624.778 ettari, appartenente a 131 comunità locali.
10পরবর্তী ভিডিওতে তারা তাদের সংরক্ষিত এলাকাগত ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করার অভিজ্ঞতা শেয়ার করেছে। এতে একটা ব্যবস্থার মাধ্যমে সমস্ত জমিকে অঞ্চলে অঞ্চলে বিভক্ত করে সেগুলোকে বেশি বছর ব্যবহার না করে এর থেকে বেঁচে থাকার পাশাপাশি সাংবিধানিক অধিকার হিসেবে নিজেদের জমি ব্যবহারের সুবিধা নেয়ার সুযোগটিও করে দিবে।Per molti anni hanno già gestito in modo sostenibile quest'area, e nel video seguente condividono le loro esperienze di sviluppo rispetto al piano di amministrazione territoriale basato sull'edificazione di un sistema, che permette loro di vivere per anni senza doverne abusare del territorio, traendo anche vantaggio dai diritti costituzionali di usufrutto delle loro stesse terre.
11এখন পর্যন্ত ধারাবাহিকটির শুধু এই দু'টি ভিডিও মুক্তি পেয়েছে।Finora sono stati distribuiti soltanto questi due video.
12আমরা ভবিষ্যতে লাতিন আমেরিকার অন্যান্য দেশের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আরো (ভিডিও) আসবে বলে আশা করি।Speriamo presto ne vengano prodotti di nuovi, dedicati anche alle esperienze di altre nazioni latino-americane.
13আপনি তাদের সাইটে আদিবাসী বিষয়ের উপর অন্যান্য তথ্যচিত্র, ফিল্ম এবং ভিডিও দেখতে পারেন।Sul sito sono comunque disponibili vari documentari, filmati e video sui temi degli indigeni locali.