Sentence alignment for gv-ben-20101129-13567.xml (html) - gv-ita-20100829-23763.xml (html)

#benita
1ঘানা: মারিও বালোতেল্লি কি ইতালী নাকি ঘানার নাগরিক?Ghana: Mario Balotelli è italiano o ghanese?
2মারিও বালোতেল্লি কি ঘানার নাকি ইতালির নাগরিক?Mario Balotelli è ghanese o italiano?
3অনলাইনে এই প্রশ্নটি নিয়ে এক তীব্র বির্তকের সৃষ্টি হয়েছে।La questione ha dato vita a un acceso dibattito in Rete.
4মারিও বারওয়াহ বালোতেল্লি আক্রমণ ভাগের এক ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি নামক ক্লাবে খেলে থাকেন।
5বালোতেল্লি ইতালিতে বাস করা ঘানার এক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করে।
6ছোটবেলায় অবস্থা মরণাপন্ন হয়ে পড়ায় তাকে সমাজ সেবা অধিদপ্তরে দিয়ে দেওয়া হয় এবং পরে সেখান থেকে ইতালির এক পরিবার তাকে দত্তক নেয়।Mario Barwuah Balotelli [it] è un calciatore, da poco passato al Manchester City dall'Inter, nato a Palermo da una coppia di immigrati ghanesi.
7২০০৮ সালে সে ইতালির নাগরিকে পরিণত হয়। ঘানার জাতীয় ফুটবল দলে বালোতেল্লি এই বলে যোগ দিতে অস্বীকার করে যে, ইতালির জাতীয় দলে ফুটবল খেলা তার আজীবনের স্বপ্ন।Le precarie condizioni di salute del bambino costrinsero i suoi genitori ad abbandonarlo a soli due anni alle cure dei servizi sociali che, nel 1993, lo diedero in affidamento alla famiglia Balotelli.
8২০০৭ সালে প্রথম ঘানার জাতীয় দলে তাকে খেলার জন্য আহ্বান জানানো হয়। আসুন আমরা দেখি এই বিষয়ে ব্লগার এবং পাঠকদের মতামত কি।Non essendo stato convertito l'affidamento in adozione, il calciatore ha dovuto attendere il compimento del diciottesimo anno di età per ottenere, nel 2008, la cittadinanza italiana.
9আমরা শুরু করব আবেনা সেরওয়ার লেখা দিয়ে, যে প্রশ্ন করেছে, তরুণ মারিও বালোতেল্লি কি ঘানা-ডেনিয়ার্স ক্লাবের অংশ?Il giocatore ha rifiutato di unirsi alla nazionale ghanese, dove venne chiamato per la prima volta nell'agosto 2007, sostenendo di aver sempre sognato di giocare per l'Italia.
10ভদ্রমহিলা এই পোস্ট শুরু করেছে মারিওর কঠোরভাবে তাকানো সেই উত্তেজক চেহারার বর্ণনার মধ্যে দিয়ে”:Ma leggiamo le opinioni dei blogger e dei loro lettori sull'argomento.
11বালোতেল্লি .. ধিকি ধিকি জ্বলতে থাকে ক্ষোভের মধ্যে দিয়ে তাকানোর জন্য অতি পরিচিত।Iniziamo con Abena Serwaa che si chiede, “Il giovane Mario Balotelli fa parte del club di coloro che hanno rinnegato il Ghana?”
12বাস্তবতা হচ্ছে, সে এতটা আকর্ষণীয় যে যদি আপনি তাকে দেখেন, তাহলে আপনি ধারণা করতে পারেন কারো চেহারার সাথে তার অনেক মিল :[en, come tutti gli altri link eccetto ove diversamente indicato] La blogger inizia così il suo post:
13১) ওই ট্রোট্রোর (ঘানার এক ধরনের যান) সহযাত্রী, যে গত সপ্তাহে আপনাকে যাবার পথে ঠিক যে পরিমাণ খুচরা পয়সা আপনি পাবেন, তা দিতে অস্বীকার করেছে।Balotelli è anche conosciuto per i suoi moderati tratti esotici. In effetti è così esotico che se doveste incontrarlo potreste essere portati a pensare che somiglia molto a:
14২) কুমাসির এডুম মার্কেট নামক বাজারটিতে যে ব্যক্তি ডিভিডি বিক্রি করে ব্যক্তি, যে কিনা আপনাকে স্টিভেন সেগালের সব ছবির ডিভিডি কিনতে উৎসাহিত করে। ৩) এক অতি আধুনিক তরুণ যে আক্রার বড় দোকানে (মল) বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়।1. Quell'asino che si è rifiutato di darvi il resto giusto mentre andavate al lavoro 2. Quel ragazzo che vende DVD al mercato Adum di Kumasi e che ha cercato di piazzarvi la raccolta completa di Steven Seagal 3. Un ragazzino che gironzola con i suoi amici per il centro commerciale di Accra [la capitale ghanese]
15এরপর তিনি প্রশ্ন করেছেন:La blogger continua poi chiedendo:
16একজন যে কিনা দেখতে একেবারে ঘানাবাসীর মত কি ভাবে তার এক অতি অপরিচিত ইতালিয়ান নাম হতে পারে?Come fa un ragazzo dall'aspetto tipicamente ghanese a finire con un nome così marcatamente italiano?
17সে কি ঘানা-ডেনিয়ার্স ক্লাবের সদস্য, যার এক প্রবল ব্যক্তিত্ব রয়েছে, যেমন প্রাক্তন কুস্তিগীর কোফি কিংস্টোন, যে কিনা এক সময় জ্যামাইকার নাগরিক ছিল, বর্তমানে যার ঠিকানা ঘানা?Fa forse parte del club di coloro che hanno rinnegato il Ghana, club che ha visto personalità importanti come il wrestler professionista Kofi Kingston, che prima portava i colori della Giamaica e ora del Ghana?
18কৌতুহল জনক বিষয় হচ্ছে, ঘানা ফুটবল ফেডারেশন সবসময় তাকে ব্লাক স্টার নামে পরিচিত ঘানার জাতীয় দলে খেলার আহ্বান জানিয়ে আসছে। যদিও অনেক ইতালির নাগরিকদের কাছে আজুরি নামে পরিচিত ইতালির জাতীয় দলে বালোতেল্লির খেলার ব্যাপারে আপত্তি করছে, তারপরেও পিতৃভূমির হয়ে নয়, সব সময় ইতালির জাতীয় দলে খেলার স্বপ্নে মারিও অনঢ় থেকেছে।È degno di nota il fatto che a Mario Balotelli è stato insistentemente proposto dalla Associazione Calcio del Ghana (GFA) di entrare a far parte delle Black Stars, ma ha continuato a rifiutare ripetendo che il suo sogno era sempre stato quello di giocare per l'Italia e non per il suo Paese d'origine.
19আবেনার পোস্টে মন্তব্য করার সময় মাইক বলছে যে, মারিও আসলে ঘানার নাগরিক নয়।Il giocatore coltivava questo sogno nonostante alcuni italiani avessero serie obiezioni al fatto di unirsi agli Azzurri.
20যদিও মারিওর শরীরে আসলে ঘানার রক্ত, কিন্তু তাতেও সে ঘানার নাগরিক হয়ে উঠতে পারে না:Commentando il post di Abena, Mike scrive che Mario non è ghanese. Avere sangue ghanese non rende qualcuno ghanese:
21এই সহজ বাস্তবতা আমাদের স্বীকার করে নিতে হবে যে কারো পিতৃপুরুষ ঘানার হলেই সে ঘানার নাগরিক হয়ে যেতে পারে না।A volte dobbiamo accettare che la propria nazionalità non può dipendere semplicemente dal fatto che si abbia sangue ghanese.
22একই ভাবে আমি দাসদের উত্তরপুরুষের ক্ষেত্রে আফ্রিকান আমেরিকান শব্দটি ব্যবহার করতে অনিচ্ছুক।Allo stesso modo mi rifiuto di usare il termine “afro-americano” per i discendenti degli schiavi.
23আমি আমার ভাতিজিদের ঘানার নাগরিক বলতে পারি না।Non riesco neanche a definire le mie nipoti ghanesi, sebbene alcune abbiano ENTRAMBI i genitori di tale nazionalità.
24ঘানার সংস্কৃতিতে অনেক বিষয় রয়েছ যে সমস্ত বিষয়ে এই দলে থাকা মানুষদের কোন অভিজ্ঞতা নেই বা কোনদিন ছিল না এবং যে সমস্ত বিষয় আমাকে ঘানার একজন করে তোলে তা আমার অভিজ্ঞতা ও দেশটির সাথে আমার জড়িয়ে থাকা।Ci sono troppe sfaccettature della cultura ghanese che nessuna di loro ha mai vissuto o vivrà mai, e per me gran parte di ciò che mi rende ghanese è costituito dal mio vivere la realtà del mio paese e il relazionarmi con esso.
25সম্প্রতি আমি আমি আমার ভাতিজা এবং ভাতিজিদের ইউটিউব ভিডিওতে ঘানার জাতীয় সঙ্গীত এবং পুরোনো সময়ের কিছু গান বাজিয়ে শোনালাম-তারা এগুলো বুঝল না, বা যে জগতের সাথে তাদের যুক্ত করার চেষ্টা করলাম, তার কোন প্রশংসা করল না, আদতে এই জগতকে তারা একেবারে বোঝে না।Di recente ho fatto vedere ai miei nipoti un video su Youtube col nostro inno nazionale, e credo che sarebbe stato uguale fargli sentire musica antiquata, non sono riusciti a capire o apprezzare i tentativi di avvicinarli ad un mondo che non riescono a comprendere del tutto.
26মারিও কি তার এক ঐতিহ্যকে অস্বীকার করছে, যার সাথে সে পরিষ্কারভাবে সম্পৃক্ত নয়?Mario Balotelli sta rinnegando un patrimonio culturale a cui non si rapporta?
27না এবং আমি তার বিরুদ্ধে এটি ধরে রাখবে না।No, non lo accuserò di questo.
28যে উত্তরাধিকারীর সে অংশ, তা কি সে অস্বীকার করছে না?Sta rinnegando la propria famiglia d'origine?
29তার মা ও ভাইদের সাথে তোলা ১০ বছর বয়সের ছবির মধ্যে দিয়ে যদি বিচার করি,-যা তার নিজস্ব অবস্থান বর্ণনার একেবারে বিপরীত- আমি তা কল্পনা করে নেব, লম্বা সময় ধরে এবং সম্ভবত পরিত্যাগ করার মত বিষয় (অন্য সব বিষয়ের মত) সম্বন্ধে সে এক ভুল তথ্য পেয়েছে, যত সে বড় হতে থাকবে, ততই তাকে বিষয়টি যাচাই করে নিতে হবে, কিন্তু সে ঘানার একজন নয়।
30মাইকের সাথে সানকোফা একমত: সে বলছে, আমি আসলে মনে করি, যখন থেকে মারিও নিজেকে ইতালিয়ান হিসেবে ঘোষণা করেছে, সেদিন থেকে ঘানাবাসীর তার উপর আর কোন দাবি রইল না:A giudicare dalle sue foto all'età di dieci anni con sua madre e suo fratello, in aperto contrasto con i suoi racconti, immagino di sì.
31এখানে আমি মাইকের সাথে একমত। আমি মনে করি যখন সে নিজেকে ইতালিয় হিসেবে দাবী করে, তখন থেকে তার প্রতি ঘানাবাসীদের আর দাবী নেই।Tutto ciò è parte dell'annosa questione, forse basata su una cattiva informazione, circa il suo abbandono; aspetto che, insieme ad altre cose, dovrà chiarire quando sarà più adulto.
32সে পরিষ্কারভাবে নিজেকে ইতালিয়ান হিসেবে বিবেচনা করছে, তাহলে আমি তার ক্ষেত্রে অন্য কি আর ভাবব?Ma in ogni caso no, Mario Balotelli non è ghanese.
33সে কখনো ঘানায় বাস করেনি।Sankofa concorda con Mike e scrive:
34সম্ভবত সে কোনদিন ঘানায় আসেনি এবং সে ঘানার সংস্কৃতিকে বুঝতে পারে না।Su questo non posso che concordare con Mike.
35তাকে সেই একদল মানুষের মাঝে ছেড়ে দাও, যারা সম্ভবত কখনোই তাকে সত্যিকারের ইতালির নাগরিক হিসেবে বিবেচনা করবে না।In effetti penso che i ghanesi non potessero avanzare alcuna pretesa dall'istante in cui ha dichiarato di essere italiano.
36আসলে সত্যিকার অর্থে আমি তার জন্য বেদনা অনুভব করি।È evidente che si considera italiano, e chi sono io per insistere altrimenti?
37মিশ্র এক জাতিগত পরিচয়, অনেক সময় বিপজ্জনক নিঃসঙ্গতার সৃষ্টি করতে পারে। আরেকজন পাঠক নিজেকে দি আদার মাইক ডিসএগ্রি নামে পরিচয় দিচ্ছে।Non ha mai vissuto in Ghana, probabilmente non ci è nemmeno mai stato, e non si identifica con la cultura ghanese sotto nessun aspetto.
38সে বলছে: যে জাতীয়তা সে বেছে নিক না কেন, তাকে সবসময় জিজ্ঞেস করা হবে, তোমার পূর্বপুরুষদের আদিবাস কোথায় ছিল?Lasciate che si unisca al popolo italiano che, da parte sua, probabilmente non lo considererà mai un vero italiano.
39আরেকজন পাঠক নিজেকে আদার মাইক ডিসএগ্রি নামে পরিচয় দিচ্ছে।Mi dispiace davvero per lui, a volte avere un'identità ibrida deve farti sentire terribilmente solo.
40সে বলছে: যে জাতীয়তা সে বেছে নিক না কেন, তাকে সবসময় জিজ্ঞেস করা হবে, তোমার পূর্বপুরুষদের আদিবাস কোথায় ছিল?Un altro lettore, che si fa chiamare The Other Mike, sembra essere in disaccordo. Non importa quale nazionalità sceglierà, fa notare, perchè gli chiederanno sempre: “Di dove sei originario?:
41সে নিশ্চিতভাবে ঘানা-ডেনিয়ার্স-এর তালিকায় তার জায়গা করে নিতে সক্ষম।Si è di certo guadagnato un posto in cima alla lista di coloro che hanno rinnegato il Ghana.
42যদিও আমি ফুটবলের খুব বড় ভক্ত নই, তাই আমি সহজেই তাকে সেগালের ভিডিও বিক্রি করা ব্যক্তি হিসেবে ভুল করতাম।Visto che non sono un patito di calcio avrei potuto facilmente scambiarlo per il ragazzo che vende i DVD della raccolta di Seagal.
43সেটা হত বেশ মজার আবেনা।Questa battuta era davvero buona, Abena.
44তাকে হিপলাইফ নামক ঘানার সঙ্গীত জগতের এক গায়ক ক্যাষ্ট্রোর মত দেখায় (যখন সে হালকা পাতলা ছিল)।
45যে কোন জাতীয়তা বেছে নেবার মত সে স্বাধীন এবং এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই।Assomiglia un po' anche a Castro, quel cantante di hiplife [it] (quando era magro).
46কিন্তু শীঘ্রই সে বাস্তবতা আবিষ্কার করবে, সবসময় তাকে জিজ্ঞেস করা হবে, তোমার পূর্ব পুরুষদের আদিবাস কোথায় ছিল?È libero di scegliersi la nazionalità che vuole, e va bene, ma imparerà presto che nel mondo reale continueranno a chiedergli: “Di dove sei originario?”
47টন টন পাস্তা খাওয়া, ইতালীয় ভাষায় কথা বলার মধ্য দিয়ে সে তার আসল পিতৃপরিচয় লুকাতে পারবে না।Mangiare tonnellate di pasta, parlare italiano, ecc. non cambieranno le sue origini etniche.
48@ মাইক: অনেক সময় আমাদের এটা মেনে নিতে হবে… অনেক সময়?@ Mike; “a volte dobbiamo accettare…” A volte?
49সত্যিকার অর্থে?Davvero?
50অন্য কোন সময়। গিফটি সমর্থন করছে দি আদার মাইকের অবস্থানকে:Quali sono allora le volte in cui possiamo non accettare?
51আমি “আদার মাইকের” সাথে পুরোপুরি একমত।Gifty sostiene la posizione di The Other Mike:
52মারিওকে সব সময় জিজ্ঞেস করা হবে তার পূর্বপুরুষের কোথা থেকে এসেছিল… ম্যান, মনে হচ্ছে সে আসলে পিছিয়ে যাচ্ছে…বর্তমানে আফ্রিকান-আমেরিকানরা তাদের ডিএনএ পরীক্ষার জন্য অর্থ প্রদান করছে, এটা জানার জন্য যে তারা পশ্চিম আফ্রিকার কোন দেশ থেকে এসেছে এবং তারা দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করছে।Sono completamente d'accordo con “The other mike”.. a Mario chiederanno SEMPRE da dove viene originariamente…. andiamo, sembra stia tornando indietro.. oggi ci sono afro-americani che PAGANO per usare il proprio DNA e scoprire il proprio paese d'origine nell'Africa Occidentale cercando una doppia cittadinanza (ad es. Isaiah Washington della serie Grey's Anatomy ha la doppia cittadinanza con la Sierra Leone).. e lui sta andando nella direzione opposta.. puoi cambiare nome… mangiare tonnellate di pasta e parlare un italiano impeccabile, ma resterai comunque un africano, è meglio che inizi ad accettarlo..
53(যেমন গ্রে এ্যানাটমি নামক ছবির অন্যতম অভিনেতা ইসাইয়াহ ওয়াশিংটন সিয়ারা লিয়নের দ্বৈত নাগরিক) .. এবং মারিও ঠিক অন্যদিকে যাচ্ছে।Rispondendo ai vari commenti, Abena Serwaa conclude dicendo “…non è affascinante come Kevin-Prince Boateng abbia abbracciato interamente la propria identità ghanese e apparentemente stia continuando già da un po' ?”
54আপনি হয়ত আপনার নাম পরিবর্তন করতে পারেন.. টন টন পাস্তা খেতে পারেন..,Kevin-Prince Boateng [it] è un calciatore di livello internazionale, ghanese nato in Germania.
55নিখুঁত ইতালী ভাষায় কথা বলতে পারেন.. তারপরেও আপনি একজন আফ্রিকান..Ha giocato per la nazionale ghanese durante i mondiali 2010 mentre il suo fratellastro Jérôme Agyenim Boateng [it] giocava per la Germania.
56সবচেয়ে ভালো এটা স্বীকার করে নেওয়া।
57তার এই মন্তব্যের প্রত্যুত্তরে আবেনা সেরওয়া এই বলে উপসংহার টেনেছেন…এটা কি কি বিস্ময়কর নয় কি ভাবে কেভিন প্রিন্স বোয়াটেং পুরো ঘানার পরিচয়কে ধারণ করেছে এবং দৃশ্যত যা সে কিছুদিনের জন্য?
58কেভিন প্রিন্স বোয়াটেং জার্মানীতে জন্ম নেওয়া ঘানার একজন ফুটবলার।Anche il blogger ghanese Nana Sarpong ha scritto un post su Mario Balotelli: The Boy Barwuah who Became the Man Balotelli.
59২০১০ ফিফা বিশ্বকাপে সে ঘানার হয়ে খেলে, যেখানে তার সৎ ভাই জেরোম আগাইয়ানিম বোয়াটাং জার্মানীর হয়ে ফুটবল বিশ্বকাপে অংশ নেয়।
60ঘানার ব্লগার নানা সারপং-ও মারিওকে নিয়ে একটা পোস্ট লিখেছে: বালক বারওয়াহ যে পুরুষ বালোতেল্লিতে রূপান্তরিত হয়েছে।(Il ragazzo Barwuah che è diventato l'uomo Balotelli) Il blogger vede Mario come un bambino con dei problemi che sta cercando di capire se stesso:
61সে মারিওকে একটা ঝামেলাপূর্ণ শিশু হিসেবে দেখছে, যে কিনা নিজেকে বুঝতে অসমর্থ।
62যখন আমি এই ফুটবলারের দিকে তাকাই। আমি দেখি এক ঝামেলাপূর্ণ শিশু যে নিজেকে বুঝতে পারছে না।Quando guardo questo calciatore vedo un bambino con dei problemi che sta cercando di capire se stesso.
63বালোতেল্লির সাথে মারিও এটাকে “আসলে আর কি খারাপ করতে পারে, আমি মনে করি, সে মনে করছে যে তার মনস্তাত্ত্বিক দুর্দশা থেকে রক্ষা পাবার জন্য সেরা কাজটি হচ্ছে পিতামাতার কাছ থেকে দুরে সরে যাওয়া এবং নিজের “কালো” চেহারার পরিচয় থেকে পালিয়ে থাকা।Mario con la famiglia Balotelli A peggiorare le cose si aggiunge il fatto che Mario pensa che il miglior modo di uscire da questo suo tumulto psicologico sia prendere le distanze dai propri genitori naturali e scappare dalla sua identità “di colore”.
64অবশ্যই তার সাহায্যের প্রয়োজন, এমন এক সাহায্যের প্রয়োজন যা তার সাদা ইতালিয় বাবামা প্রদান করতে পারে না।Ha certamente bisogno di aiuto; un tipo di aiuto che i suoi genitori italiani e bianchi non possono dargli.
65যদি তারা করতে পারত -এবং তারা সত্যিকার ভাবে তাদের সঠিক চিন্তার মধ্যে থাকত- তাহলে তারা মারিও পিতা বারওয়াহকে এই অনুষ্ঠানে দাওয়াত দিত, যেখানে মারিওকে ইতালির নাগরিকত্ব প্রদান করা হয়।Se avessero potuto (e se avessero avuto un po' di senno l'avrebbero fatto) avrebbero invitato i Barwuah alla cerimonia nella quale a Mario veniva concessa la cittadinanza italiana o li avrebbero informati del suo cambio di nome.
66অন্তত জনাব বারওয়াহর দৃষ্টিতে। বালোতেল্লি এক সতর্ক প্রচেষ্টা তৈরি করছিল, যাত মারিওকে ফেরত না দিতে হয় এবং তারা এ জন্য মারিওর লালন পালন করার সময় বাড়িয়ে নিয়েছিল (দরিদ্র বারওয়াহ, ধনী ইতালিয়ান বালোতেল্লির সাথে পেরে ওঠেনি)।Almeno, dal punto di vista del signor Barwuah, i Balotelli hanno fatto uno evidente sforzo per non restituire Mario alla propria famiglia d'origine continuando ad estendere il periodo di affidamento ( i poveri Barwuah non potevano certo affrontare la forza legale dei Balotelli).
67নানার এক সূত্র মতে, মারিও ঘানার ফুটবল সংস্থাকে বলেছিল যে সে এর আগে কখনো এই দেশের নাম শোনেনি:Stando a quanto riferito da Nana, Mario avrebbe detto all'Associazione Ghana Calcio di non aver mai sentito parlare di quel Paese!:
68ঘানার ফুটবল সংস্থা (জিএফএ) এক পর্যায়ে মারিওকে ঘানার হয়ে ফুটবল খেলার জন্য আহ্বান জানায়।L'Associazione Ghana Calcio, a un certo punto, ha chiesto a Mario di giocare per il Ghana.
69বালকটি জিএফএ (ঘানা ফুটবল সংস্থাকে) এই বলে অপমান করে যে, সে কখনোই এই দেশটির নাম শোনেনি, যদিও সে ইন্টার মিলান ক্লাবে ঘানার মধ্যমাঠের খেলোয়াড় সুলে মন্তারির সাথে ফুটবল খেলেছে।Il ragazzo ha sbattuto loro la porta in faccia vomitandogli addosso di non aver mai sentito parlare di quel paese, sebbene fosse nella stessa squadra del centrocampista ghanese Sulley Muntari.
70এই বিষয়ে আমার মন্তব্য এই যে, যদিও মারিও প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু ঘানার এই ধরনের চুনোপুঁটির প্রয়োজন নেই।All'epoca pensai che Mario fosse un bravo giocatore ma che il Ghana non avesse bisogno di canaglie simili.
71অবশ্যই এই ব্যাপারে তার দিক থেকে তার কিছু বলার আছে- যেমনটা সে বলেছে যে তার পিতামাতা তাকে হাসপাতালেই পরিত্যাগ করে, কিন্তু মারিওর এই রকম দুর্বল মানসিকতার বাইরে বাস করা উচিত।Probabilmente lui ha la sua versione dei fatti, come quando ha detto che i suoi genitori l'avevano abbandonato in un ospedale, ma credo che debba imparare ad andare oltre questa sua debole idea.
72সে এই বলে তার পোস্টের উপসংহার টেনেছে যে মারিওর কাহিনী খুব সাধারণ.. ইউরোপ, আমেরিকা, এমনকি ঘানায় বাস করা অনেক দরিদ্র আফ্রিকাবাসীর কোন একজনের গল্প।Il blogger conclude il proprio post facendo riferimento alla storia di Mario definendola “…una favola triste di molte povere famiglie africane che vivono in Europa, America o persino in Ghana”:
73এটি ইউরোপ আমেরিকা অথবা ঘানায় বাস করা অনেক দরিদ্র আফ্রিকাবাসীর একটি বেদনাদায়ক গল্প।Questa è una favola triste di molte povere famiglie africane che vivono in Europa, America o persino in Ghana.
74এটা বারওযাহ নামক ব্যক্তির এক বিশাল ভুল এবং সে অবশ্যই তাদের সন্তান (যে কিনা বাস্তবিক পক্ষে তাদের নয়),যে তাদের জীবনকে এই অবস্থায় রেখে গেছে, চিরদিনের জন্য।Quello dei Barwuah è stato un errore enorme ed è chiaro che il loro figlio (che li ha praticamente disconosciuti) ha intenzione di farli convivere con questo sbaglio per sempre!