Sentence alignment for gv-ben-20090424-2504.xml (html) - gv-ita-20090422-3289.xml (html)

#benita
1জামাইকা: জিম্মিরা মুক্তGiamaica: ostaggi liberati all'aeroporto, ma turismo nei guai
2আজ সকালে (২০শে এপ্রিল, ২০০৯) জামাইকার প্রধান খবর হলো যে মন্টিগো বেতে সাংস্টার আর্ন্তজাতিক বিমানবন্দরে কানাডার এক জেটের কর্মীদের সাথে একটি জিম্মি পরিস্থিতি সৃষ্ট হয়েছে।L'altro ieri [in] è arrivata dalla Giamaica [it] la notizia che l'equipaggio di un jet canadese è stato preso in ostaggio al Sangster International Airport [in] di Montego Bay [in].
3কানাডার মূলধারার মিডিয়া দ্রুতই জানিয়েছে যে পরিস্থিতি সামাল দেয়া গেছে কোন হতাহত ছাড়া যখন “জামাইকার সেনাদের একটি সন্ত্রাস বিরোধী দল প্লেনে ঢুকে বন্দুকধারীকে নিরস্ত্র করে”। কিন্তু ক্যারিবিয়ান আর প্রবাসী ব্লগাররা এখনো অবিশ্বাসের মধ্যে রয়েছে।Le maggiori testate canadesi [in] hanno presto segnalato la risoluzione della situazione senza alcuna perdita di vite umane quando “un'unità anti-terrorismo dell'esercito giamaicano ha fatto irruzione sull'aereo disarmando il dirottatore”, ma parecchi blogger [in] nei Caraibi e nel mondo appaiono ancora increduli [in].
4বাজান ড্রিম ডায়রি পুরো ঘটনার সময় নিয়মিত আপডেট দিয়েছেন, আর সঙ্গী বার্বাডিয়ান ব্লগার বার‌বাডোজ ফ্রি প্রেস ভেবেছে যে এই ঘটনা পর্যটনকে বাজারজাত করার যে সুযোগ দিয়েছে তা কাজে লাগানো উচিত:Bajan Dream Diary ha pubblicato regolari aggiornamenti sull'incidente, mentre dalle Barbados il collega su Barbados Free Press [in] ha pensato fosse meglio trarre vantaggio dalle opportunità di marketing turistico offerte dall'incidente:
5সত্যি যেখানে, যে এই পরিস্থিতি যে কোন স্থানে হতে পারতো- তা হয়নি।La verità è che probabilmente la situazione poteva accadere quasi ovunque - ma così non è stato.
6এটা জামাইকাতে হয়েছে, যেদেশে পৃথিবীর সব থেকে বেশী সংখ্যক খুন হয় আর এর বন্দুকের সংস্কৃতি জনপ্রিয় সঙ্গীতেও প্রতিফলিত হয়।È successo in Giamaica, Paese con una delle più alte percentuali di omicidi al mondo e con una cultura delle armi espressa anche nella musica popolare.
7আমাদের কোন কানাডীয় পাঠক যদি জামাইকাতে ছুটি কাটানোর কথা ভেবে থাকেন, আমরা কি পরামর্শ দিতে পারি যে বার্বাডোজ অনেক বেশী বন্ধুত্বপূর্ণ আর নিরাপদ স্থান হবে ছুটির জন্য।Se qualcuno dei nostri lettori canadesi sta pensando a una vacanza in Giamaica, vi suggeriamo di considerare che le Barbados sono una località turistica assai più amichevole e sicura.
8জামাইকা সল্ট অবশ্য ভাবছেন যে:Jamaica Salt [in] si dice d'accordo:
9সাংস্টার আর্ন্তজাতিক বিমানবন্দরে একটা প্লেনের হাইজ্যাক হওয়া হচ্ছে জামাইকার পর্যটনের পায়ে কুড়াল মারার মতো।Il dirottamento di un aereo al Sangster international airport è ciò di cui il turismo giamaicano aveva bisogno, come un buco in testa.
10জামাইকার জন্য ঘটতে পারে এটা সব থেকে খারাপ জিনিষ যেহেতু বর্তমানে এরা বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মুখোমুখী হচ্ছে।Questa è la peggior cosa che potesse accadere alla Giamaica mentre è alle prese con gravi problemi economici.
11এই ধরনের আর্ন্তজাতিক শিরোনাম এর থেকে খারাপ সময়ে হতে পারতো না।Titoli come questi sulle testate internazionali non potevano arrivare in un periodo peggiore.
12কিন্তু একটা আশার আলো আছে:Ma c'è anche un motivo per esser contenti [in]:
13সুখবর হলো, সকলে অন্তত অক্ষত অবস্থায় বের হয়েছে। এটা একটা বড় আশীর্বাদ।Dal punto di vista positivo, almeno ne sono usciti tutti senza danni, e questa è una grande benedizione.