# | ben | ita |
---|
1 | রাশিয়া: মস্কো বোমা হামলার পরে উচ্চ ট্যাক্সি ভাড়া আর টেক্সট বার্তার জালিয়াতি | Russia: tariffe dei taxi maggiorate e truffe via SMS dopo l'attentato di Mosca |
2 | সম্প্রতি ঘটে যাওয়া মস্কোর সাবওয়ে বোমা হামলার রেশ অনেক। | Le ricadute del recente attentato nella metropolitana di Mosca continuano a propagarsi. |
3 | মানুষ হামলার শিকারদের জন্যে শোক করছেন, অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন, রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে ভাবছেন আর ক্ষোভ প্রকাশ করছেন…ট্যাক্সি চালক আর টেক্সট বার্তা জালিয়াতকারিরা এই ঘটনার সুযোগ নিচ্ছেন বলে মনে হচ্ছে। | La gente piange le vittime, cerca risposte a parecchie domande, riflette sul futuro della Russia ed esprime rabbia verso… i tassisti e le truffe via SMS che sembrano voler approffitare della tragedia. |
4 | বোমা হামলার পর পর প্রকাশিত বেশ অনেক ব্লগ পোস্টে বলা হয় যে ট্যাক্সি চালকরা তাদের ভাড়া অনেকটা বাড়িয়ে দিয়েছিল ঘটনার এক ঘন্টার মধ্যে সেইসব মানুষের জন্য যারা তাদের বাড়ি আর কাজে যাওয়ার চেষ্টা করছিল তাদের জন্য। | Sui blog, molti post apparsi subito dopo l'attentato hanno segnalavano la significativa maggiorazione delle tariffe da parte dei tassisti con la genete che cercava di andare a casa o al lavoro nella prima ora dopo la tragedia. |
5 | ব্লগারদের কথা অনুসারে, বোমা হামলার স্থান থেকে মস্কোর শহরতলীতে পৌঁছাতে (১০ মিনিট লাগে গাড়িতে) গড় ট্যাক্সি ভাড়া নেয়া হয়েছিল ৩০০০ রুবলের (১০১ মার্কিন ডলারের) মতো, যা এই দুর্ঘটনার আগের সাধারণ ভাড়ার প্রায় আট গুণ বেশী। | Secondo alcuni blogger, la tariffa media per raggiungere in taxi il centro di Mosca dai luoghi delle esplosioni (10 minuti di guida) è stata di circa 3.000 rubli (oltre 100 dollari Usa), ossia otto volte superiore alla tariffa media per lo stesso tragitto prima della tragedia. |
6 | জনপ্রিয় (আর ভূতপূর্ব) টিভি উপস্থাপক আর বর্তমানে রেডিও উপস্থাপক ভ্লাদিমির সোলইয়েভ তার ব্লগে এই বিষয়ে লিখেছেন: | Il famoso (ed ex) conduttore TV, attualmente presentatore radiofonico, Vladimir Solovyev affronta la questione [rus] sul suo blog: |
7 | আমি আপনাদের নির্দিষ্ট করে বলতে চাই, সেইসব শয়তানের কথা যারা আহতদের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করে। | Voglio parlarvi, in particolare, dei mascalzoni che cercano di raccogliere soldi pretendendo di aiutare le vittime. |
8 | তাদের বিচার হওয়া উচিত সন্ত্রাসীদের সঙ্গী হিসাবে। | Andrebbero processati come complici dei terroristi. |
9 | আমেরিকার ট্যাক্সি চালকরা [নিউ ইয়র্ক শহরে ৯/১১ এর হামলার পরে] বিনামূল্যে কাজ করেছিল আর আমাদেরগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। | I tassisti in America dopo la tragedia [l'attentato dell'11 settembre a New York] hanno lavorato gratuitamente, i nostri hanno alzato le tariffe. |
10 | আয়কর বিভাগ দ্বারা এদের তদন্ত হয়ে জরিমানা করা উচিত। | Andrebbero monitorati dalle autorità fiscali e multati. |
11 | হারামি। | Bastardi. |
12 | তাদের লাইসেন্স প্লেট আর নাম অনলাইনে দেয়া উচিত আর রেডিও আর টিভিতে ঘোষণা করা উচিত। | Le loro targhe e i loro nomi andrebbero diffusi online e annunciati sia in radio che in TV. |
13 | তাদেরকে লজ্জার দেয়ালে তোলা উচিত। | Devono essere messi sul muro della vergogna. |
14 | অন্যান্য ব্লগার (উদাহরণস্বরূপ এখানে, এখানে আর এখানে) ট্যাক্সি চালক সম্পর্কে তাদের ক্ষোভ জানিয়েছেন আর নিউ ইয়র্ক শহরের ৯/১১ এর সময়ের ট্যাক্সি চালকদের সাথে একই তুলনা করেছেন। | Anche altri blogger (qui [rus], qui [rus] e qui [rus], per esempio), hanno espresso indignazione verso i tassisti e qualcuno ha citato lo stesso esempio dei tassisti di New York durante la tragedia dell'11 settembre. |
15 | বিষয়টি এতো গুরুত্বপূর্ণ ছিল যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সরাসরি চালকদের অনুরোধ করেন এই পরিস্থিতি তাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার না করতে বরং ‘যারা এই দুর্ঘটনার শিকার তাদের সাথে একাত্মতা দেখাতে।‘ | La questione si è fatta così pressante che il Primo Ministro russo Vladimir Putin ha pubblicamente invitato i tassisti [rus] a non approfittare della situazione ma di “mostrare solidarietà con le persone colpite da questa tragedia.” |
16 | যাতায়াতের সমস্যা সমাধানে, মস্কোর মেয়রের অফিস পরে দুর্ঘটনার এলাকায় ১৩১ টি বিনামূল্যের মিনিবাস চালু করে। | Per risolvere il problema con i mezzi di trasporto, il sindaco di Mosca ha poi assegnato 131 mini-bus gratuiti nell'area della tragedia. |
17 | ভার্চুয়াল শকুনদের আর একটা ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে বেরিয়ে এসেছে। | Altri casi di truffe virtuali hanno preso di mira i cellulari. |
18 | লাইভ জার্নাল ব্যবহারকারী মোলনিয়া সাবধান করে দিয়েছেন মস্কোবাসীকে একটি টেক্সট বার্তার ব্যাপারে যেখানে মেট্রো বোমা হামলার শিকারদের জন্য চাঁদা চাওয়া হচ্ছে: | L'utente di LiveJournal molnija ha messo in guardia [rus] i moscoviti su dei messaggi che chiedevano donazioni per aiutare le vittime degli attentati: Ho ricevuto un messaggio a mezzogiorno. |
19 | আমি মোবাইল কোম্পানিকে ফোন করলে তারা জানায় যে স্ক্লিফ বা অন্য কোন ভালো দাতা সংস্থা এই ব্যাপারে কিছু জানে না। | “Cari russi, vi stiamo chiedendo di aiutare le vittime dell'attentato terroristico avvenuti nella metropolitana di Mosca. |
20 | মজার ব্যাপার হল এই রহস্যময় নাম্বারে টেক্সট বার্তা পাঠানোর মূল্য ৪৫ না ১০০ রুবল (৩. ৩ মার্কিন ডলার)। | Tutti i soldi verranno trasferiti all'Istituto di Ricerca Sklifosovsky [Istituto di Pronto Soccorso di Mosca, chiamato anche “Sklif”- V.I.]. |
21 | আর একজন ব্লগার আপ্রাক্সিস তার ব্লগে যোগ করেছেন যে যারা সেন্ট পির্টাসবার্গে আছেন তাদের উপরেও এটার প্রভাব পড়েছে। | Il costo di un SMS è di 45 rubli [1.5 dollari] tasse escluse.” Ho chiamato l'azienda telefonica e mi hanno detto che né Sklif né altre organizzazioni benefiche legittime ne sapevano nulla. |
22 | | La cosa interessante è che il costo reale di un messaggio verso questo misterioso numero non è di 45 rubli bensì di 100 rubli [3,3 dollari Usa]. |
23 | শেষে রাশিয়ার সব থেকে বড় তিনটা মোবাইল কোম্পানি তাদের সিদ্ধান্ত জানান যে, যেসব মানুষ এই টেক্সট বার্তা জালিয়াতির শিকার হয়েছেন তাদেরকে তারা ক্ষতিপূরণ দেবেন। | Un altro blogger, Apraxis ha aggiunto sul suo blog [rus] che i messaggi avevano riguardato anche i residenti aSan Pietroburgo. In seguito le tre maggiori aziende telefoniche russe hanno annunciato la decisione [rus] di risarcire quanti sono stati truffati da questi messaggi. |