Sentence alignment for gv-ben-20130612-36798.xml (html) - gv-ita-20130616-80970.xml (html)

#benita
1ঢাকার প্রথম বাস মানচিত্র পরীক্ষামূলকভাবে চালুBangladesh: la prima mappa dei bus per Dacca
2ঢাকার বাস যাত্রীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ঢাকার প্রথম বাস মানচিত্র। একই সঙ্গে মানচিত্রটির কাগজে ভার্সনও প্রকাশ পেয়েছে।Per la prima volta i pendolari che prendono l'autobus a Dacca [it], la trafficata capitale del Bangladesh che ospita 15 milioni di persone [en, come i link seguenti], possono consultare una mappa per pianificare il loro percorso.
3গত ৫ জুন ২০১৩ তারিখে ঢাকার বাস যাত্রীদের মধ্যে ৫ হাজার মানচিত্র বিতরণ করা হয়। মানচিত্রটি এখনো আলফা পর্যায়ে আছে।Il gruppo social-venture Urban Launchpad, con sede a Cambridge in Massachusetts, e l'organizzazione di difesa bangladese Kewkradong, hanno rilasciato una versione alfa della mappa degli autobus di Dacca disponibile in formato cartaceo ed elettronico.
4এখন এতে ৭৫% পর্যন্ত সঠিক ফলাফল পাওয়া যাবে। ঢাকা বাংলাদেশের রাজধানী।Le prime 5.000 copie della mappa in versione cartacea sono state consegnate ai residenti il 5 giugno 2013.
5এখানে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করেন। এই দেড় কোটি মানুষের যাতায়াতের প্রধান বাহন হলো বাস।Il progetto, lanciato a gennaio del 2012, ha previsto l'impiego di una folla di volontari armati di smartphone per raccogliere rapidamente dati sulla rete degli autobus di Dacca e tracciare la mappa della città.
6কিন্তু এতদিন ঢাকার কোনো বাস মানচিত্র ছিলো না।I volontari hanno seguito i vari percorsi degli autobus e raccolto le opinioni della gente.
7একদিকে মানচিত্রের অভাব, অন্যদিকে অত্যাধিক বাসের চাপ ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে ভঙ্গুর করে রেখেছিল।
8আশা করা হচ্ছে, ঢাকার প্রথম বাস মানচিত্র সবার জন্যই উপকার বয়ে আনবে।Ma non chiamatelo crowdsourcing perché il team ha coniato il termine flocksourcing (folla + cellulari) per descrivere la raccolta rapida di dati urbani.
9ঢাকার যানজট।Traffico intenso a Dacca.
10ছবি ফিরোজ আহমেদ।Foto Firoz Ahmed.
11স্বত্ত্ব: ডেমোটিক্সCopyright Demotix
12এই প্রকল্পে অর্থায়ন করেছে কিকস্টার্টার।
13উল্লেখ্য, কিকস্টার্টার হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা উন্নয়নমূলক এবং সৃজনশীল কাজে অর্থ সংগ্রহে সহযোগিতা করে থাকে।
14ঢাকার প্রথম বাস মানচিত্র বাস যাত্রীদের জন্য আর্শবাদ হয়ে এসেছে।Il gruppo si è servito del sito di crowdfunding Kickstarter per finanziare la versione alfa, che attualmente ha una precisione del 75 percento.
15টুইটার ব্যবহারকারী মিজানুর রহমান (@MadLungiFilmz) লিখেছেন:Il team conta di raggiungere una precisione del 95 percento per la prossima versione della mappa.
16@MadLungiFilmz: আমার মতো আরো অনেক সাধারণ বাস যাত্রীর কাছে এটা আর্শীবাদ হয়েছে।L'introduzione della mappa ha suscitato molto entusiasmo su Twitter. Il regista Mizanur Rahman (@MadLungiFilmz) scrive:
17ঢাকার প্রথম বাস মানচিত্র ফ্লকের এক অসাধারণ উদ্যোগ। http://fb.me/1KIhOXJHg জ্যাকুলিন এম ক্লপ (@jmklopp1) বলেছেন:@MadLungiFilmz: questa è manna dal cielo per un maniaco del trasporto pubblico come me! :D Grande iniziativa la prima mappa degli autobus di Dacca ideata dalla gente. http://fb.me/1KIhOXJHg
18@jmklopp1: চমৎকার ঢাকার প্রথম বাস মানচিত্র। http://kck.st/RDQi5N via @kickstarterJacqueline M Klopp (@jmklopp1), che si dichiara un' “urbanista”, elogia la mappa:
19একজন যাত্রী বাস মানচিত্র দেখছেন।@jmklopp1: Davvero forte la Prima Mappa degli Autobus di Dacca. kck.st/RDQi5N via @kickstarter
20ছবি নাজিমউদ্দিন খান প্রিন্স।Un passeggero che consulta la mappa degli autobus.
21আরবান লাঞ্চপ্যাডের সৌজন্যে।Foto di Nazim Uddin Khan Prince/Urban Launchpad.
22অনুমতিক্রমে ব্যবহৃত।Uso autorizzato
23ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনির্দিষ্ট চিহ্ণিতকরণও সেভাবে করা নেই।Lo scrittore e blogger Mamun M Aziz scrive [bn] nel suo blog Somewherein: I trasporti pubblici a Dacca sono caratterizzati da una cattiva gestione.
24ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে।Oltre a questo le fermate degli autobus non sono chiaramente contrassegnate sulla mappa. Ci sono molte associazioni di trasporto privato che possiedono una rete di collegamenti piuttosto flessibile.
25এইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে সেচ্ছাসেবকদের নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে ।Tutto ciò ha creato molti problemi ai volontari rispetto alla realizzazione della mappa degli autobus, che sono riusciti comunque a mettere insieme.
26তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে।
27মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে।I percorsi sono stampati su un lato della mappa, le società di trasporto e i numeri degli autobus sull'altro, mentre i punti di partenza e di arrivo sono elencati separatamente.
28ঢাকার প্রথম বাস মানচিত্র তৈরির উদ্যোগ সফল হয়েছে বিভিন্ন মানুষের সহযোগিতায়।Poiché la campagna di crowdfunding del progetto terminava lo scorso gennaio, le persone hanno pubblicizzato le loro donazioni al fondo su Twitter.
29হ্যারি ভ্যান ডার ভেল্ডে (@harryzicht) ক্রাউডপাওয়ার বা জনগণের শক্তির কথা উল্লেখ করেছেন:Harry van der Velde (@harryzicht), dopo avere fatto una donazione su Kickstarter, considera la mappa il prodotto del “potere della gente”:
30@harryzicht: ক্রাউডপাওয়ার!@harryzicht: Il potere della gente!
31চিত্র, কর্মতত্পরতা এবং সবার সহযোগিতা।Visiva, agile e cooperativa.
32আমি ঢাকার প্রথম বাস মানচিত্রের পেছনে ছিলাম। @Kickstarter http://kck.st/RDQi5NHo appena sostenuto la prima mappa degli autobus di Dacca su @Kickstarter kck.st/RDQi5N
33ঢাকার ৫0 লক্ষ বাস যাত্রীর ওপর এটা ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন তরুণ উদ্যোক্তা ন্যাশ ইসলাম (@nashislam):
34@nashislam: আমি ঢাকার প্রথম বাস মানচিত্র-এর জন্য সহযোগিতা করেছি।L'imprenditore Nash Islam (@nashislam) parla del potenziale impatto della mappa:
35এটা শহরের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলবে।@nashislam: Ho appena sostenuto la prima mappa degli autobus di Dacca, un progetto che potrebbe avere un grandissimo impatto sulla città.
36নিজেই দেখুন http://kck.st/RDQi5NGuardate qui http://kck.st/RDQi5N