Sentence alignment for gv-ben-20150618-49172.xml (html) - gv-ita-20150605-95551.xml (html)

#benita
1আয়োতজিনাপার ছাত্রদের নিখোঁজ হয়ে যাওয়ার ২৫০ তম দিনMessico: 250 giorni senza gli studenti di Ayotzinapa
2মেক্সিকোর আয়োতজিনাপার ছাত্রদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ২৫০ তম দিন পার হয়েছে।A 250 giorni dalla sparizione degli studenti di Ayotzinapa, in Messico, giustizia ancora non è fatta.
3এই ঘটনায় এখন পর্যন্ত ন্যায় বিচার সাধিত হয়নি ৩ জুন ২০১৫ তারিখটি ছিল মেক্সিকোর আধুনিক ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনার ২৫০ তম দিনঃ মেক্সিকোর ইগুয়ালায়, আয়োতজিনাপা গ্রামীন রাউল ইসাদ্রো বার্গোস শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে ৪৩ জন ছাত্রের নিখোঁজ এবং খুন হয়ে যাওয়ার ঘটনা, যা দেশটির গুয়েরেরো অঙ্গরাজ্যে ঘটেছিল।Il 3 giugno 2015 sono trascorsi 250 giorni da uno dei capitoli più dolorosi della storia recente degli Stati Uniti del Messico: la sparizione e l'omicidio ad Iguala [it] degli studenti della Scuola Normale Rurale Raúl Isidro Burgos [es, come i link seguenti, salvo diversa indicazione], con sede ad Ayotzinapa, nello stato di Guerrero [it] (sulla costa ovest del paese).
4এই ঘটনার পর অনেক দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও, ছাত্রদের ক্ষেত্রে যা ঘটেছে তার জন্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়ী করে এখনো আন্দোলন চলছে।
5পণ্ডিত ইমোনেল ওরদোরিকা এবং এ্যাডলফো গুলি মন্তব্য করেছে:A questa serie di eventi Global Voices ha dedicato uno speciale di approfondimento.
6গুয়েরেরোর ইগুয়ালার ছাত্রদের উধাও হয়ে যাওয়া এবং তাদের খুনের ঘটনা রাষ্ট্রীয় এক অপরাধ, যা এমন এক দেশে সংঘঠিত হয়েছে যেখানে অত্যাচার, ধরে নিয়ে গুম করে ফেলা এবং নির্মম মৃত্যু খুব সাধারণ ঘটনা।A questo punto, occorre evidenziare come non siano state poche le voci che hanno parlato di responsabilità dello Stato per questi fatti violenti, come nel caso degli accademici Imanol Ordorika e Adolfo Gilly, che dall'ottobre 2014 hanno segnalato:
7তিনজন ছাত্র এবং চারজন নাগরিকের মৃত্যু ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং আয়োতজিনাপার গ্রাম্য শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ৪৩ জন ছাত্রের জোর করে গুম করে ফেলার ঘটনাও।La sparizione e uccisione degli studenti normalisti a Iguala, Guerrero, è un crimine di Stato, commesso in un paese dove la tortura, le sparizioni e le morti violente sono diventati eventi quotidiani.
8ঘটনার শিকার তরুণ এই সকল ছাত্র যারা তাদের পারিবারিক জীবনে দারিদ্য এবং কঠিন পরিস্থিতি মধ্যে কাটতে হয়েছে, তারা গ্রাম্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অতীব কঠিন পরিস্থিতি গণ শিক্ষা অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছে।
9রাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকার দশকের পর দশক ধরে বার বার এই সমস্ত ব্যক্তিদের হয়রানি করে গেছে।Sono stati già confermati gli omicidi dei tre studenti e quattro cittadini, e la sparizione forzata di quarantatré studenti della Scuola Normale Rurale di Ayotzinapa.
10নাগরিক সমর্থিত মানবাধিকার নামক এনজিও এই অভিযোগের প্রতিধ্বনি করেছে যে আয়োতজিনাপার এই বেদনাদায়ক ঘটনার জন্য রাষ্ট্রীয় এক কর্মকর্তারা এক ভূমিকা পালন করেছে: ইগুয়ালার স্থানীয় পুলিশ এবং সাদা পোশাকধারী পুলিশ উভয়ে এই ঘটনায় অংশ নিয়েছে।Le vittime sono giovani studenti che, nel contesto di privazioni e povertà delle loro famiglie, lottano per la difesa dell'educazione pubblica all'interno delle difficili condizioni delle Scuole Normali Rurali, oggetto di abusi statali e federali per decenni.
11কেন্দ্রীয় বাহিনী, কারা কর্মকর্তা এবং সামরিক বাহিনী এই এলাকায় সম্পূর্ণ অনুপস্থিতি এবং অকার্যকর, আর তারা সহনশীল নয়, এবং গুয়েরেরো অঙ্গরাজ্যে তাদের কুখ্যাত উপস্থিতির কারণ ছিল “গুয়েরেরোকে নিরাপদ” রাখার এক অভিযান হিসেবে।Tale asserzione si deve analizzare nel contesto delle dichiarazioni del relatore speciale delle Nazioni Unite, Juan Méndez, quando afferma che “la tortura e i pessimi trattamenti nei confronti degli arrestati sono talmente diffusi in Messico da accadere in un contesto di impunità”.
12অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এই বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়,আর এই তদন্তের পরিপ্রেক্ষিতে ইগুয়ালার মেয়র হোজে লুইস আব্রাকা এবং তার পত্নী মারিয়া ডে লস এ্যাঞ্জেলেস পিনেদাকে গ্রেফতার করা হয়, যারা তাদের প্রাচুর্যপূর্ণ জীবনের জন্য রাজকীয় দম্পতি হিসেবে পরিচিত।
13খুনের আদেশ দেওয়ার অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়, কিন্তু বিশেষ করে এই সকল হত্যা সংক্রান্ত যে অপরাধ নির্ধারণ প্রক্রিয়া তা ক্রমশ বিলম্ব হতে থাকে।É importante ricordare il motivo per cui si parla di responsabilità di Stato su questi fatti, per il quale basterebbe riprendere la dichiarazione della ONG Cittadini sostenitori dei Diritti Umani sul caso:
14এতে বলা হচ্ছে এই দম্পতির বিরুদ্ধে অন্য অপরাধ প্রমাণিত হয়েছে যার মধ্যে রয়েছে সংঘবদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ। এই তদন্তের সময় আর্জেন্টিনার ফরেনসিক এনথ্রোপলজি টিম ইগুয়ালার কাছে এক আবর্জনার স্তূপে আবিস্কৃত মানব দেহের অবশিষ্ট অংশ পরীক্ষা করে দেখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।A tali atti parteciparono sia poliziotti municipali di Iguala che quelli di Guerrero, coordinando persone vestite da civili, di fronte al totale “assenteismo, passività e tolleranza” delle forze federali, della gendarmeria, e delle forze armate - la cui presenza è nota nello stato di Guerrero, nel contesto di validità delle misure operative che vanno sotto il nome di “Guerrero Sicura”.
15পরবর্তীতে এই ঘটনায় অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রধান এবং এই তদন্তে নেতৃত্ব প্রদান করা জেসুজ মুরিলো কারাম, এর বদলে এই তদন্ত কার্যে স্থলাভিষিক্ত হয় সংসদ সদস্য আরেলি গোমেজ, যার বিরুদ্ধে সমালোচনা রয়েছে অপরাধ তদন্তে তার অভিজ্ঞতা খুব সামান্য, যদিও তার রাজনীতিতে অভিজ্ঞতা অনেক বেশী।Le indagini condotte dalla Procura Generale della Repubblica (PGR) hanno portato nel novembre del 2014 all'arresto del sindaco di Iguala e di sua moglie, José Luis Abarca e María de los Ángeles Pineda, noti come la “Coppia Imperiale” per il loro modo eccentrico di vivere, sospettati di aver ordinato la mattanza senza che fino ad oggi siano stati sottoposti a un processo penale per l'omicidio degli studenti.
16এই দায়িত্ব গ্রহণ করার পর গোমেজ বলেন :Sicuramente, sono imputati per altri delitti come la criminalità organizzata.
17Nelle indagini sul caso, l'Equipe Argentina di Antropologia Forense ha giocato un ruolo di primo piano, dal momento che il ritrovamento dei resti umani, bruciati e polverizzati, è avvenuta in una discarica vicino a Iguala.
18প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুরিলো কারাম যে রকম গভীর ভাবে, গুরুত্বের সাথে এবং পরিপূর্ণ রূপে এই তদন্ত এগিয়ে নিয়ে গেছে তাতে আমি সন্তুষ্ট, অ্যাটর্নি জেনারেল-এর অফিস থেকে অত্যন্ত উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা এতে অংশ গ্রহণ করেছে।Jesús Murillo Karam, a capo della Procura PGR e da cui sono partite le indagini del caso Ayotzinapa, è stato costretto a dimettersi dall'incarico ed è stato sostituito dall'altra legislatrice Arely Gómez, una persona con poca esperienza in questioni penali ma con una lunga storia nella classe politica. Gómez ha segnalato al suo arrivo in Procura:
19ইগুয়ালায় সংঘঠিত এই ভয়াবহ ঘটনার স্মরণে এখনো নিয়মিত প্রতিবাদ বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে।Sono convinta che le indagini realizzate dall'ex procuratore Murillo Karam siano state svolte in maniera approfondita, seria ed esaustiva.
20২৬ মে তারিখে “গ্লোবাল এ্যাকশন ফর আয়োতজিনাপা” নামক সংগঠনের সদস্যরা মেক্সিকো সিটিতে সমবেত হয় এবং নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রদের পরিবারের কয়েকজন সদস্য এতে অংশ গ্রহণ করে। .Ciò è stato possibile grazie a diverse persone di alto livello della Procura Generale della Repubblica. Continuamente si realizzano manifestazioni e lunghe marce per commemorare i fatti funesti di iguala.
21টুইটারে, এনরিকে ডি মন্তব্য করেছে :
22স্বাধীনতার বীজ থেকে স্মৃতির প্রস্ফুটিত হয়। মেক্সিকো তাদের ভুলে যেতে পারে না- স্মৃতির ঝর্ণা থেকে তাদের জন্য পান করি।Lo scorso 26 maggio 2015 si è svolta ancora un'edizione dell' “Azione Globale per Ayotzinapa” nel Distretto Federale (capitale messicana) con la partecipazione dei familiari degli studenti in questione.
23গত রোববার, মেক্সিকোয় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় এবং রাজ্যের জন্য নেতা নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ করা হয়।Su Twitter il racconto del settimanale Proceso, che ha informato del ritiro della propaganda elettorale come atto di protesta per i fatti di Ayotzinapa:
24কারো কারো কাছে বর্তমান প্রশাসনের প্রতি তাদের অসোন্তষ প্রকাশের জন্য এটি এক সুযোগ।Il ritiro della propaganda elettorale si inquadra nel contesto delle proteste per gli 8 mesi di Ayotzinapa
25ব্যবহারকারী কোম্পা এলিফানথ্রোন লিখেছে:L'utente Enrique D. ha commentato:
26যদি আপনি পিআরআই [ইনিস্টিটিউশনাল রেভ্যুলুশনারী পার্টি], তাহলে স্মরণ রাখবে যে আগামীতে আপনার ছেলে কিংবা কোন প্রিয়জন গুম হয়ে যাবে।La memoria fa fiorire semi di libertà. Il Messico non può dimenticare, bisogna farlo bere alla fonte della memoria.
27(রাষ্ট্রপতি এন রিকে পেনা, পিআরআই-এর সদস্য এবং নতুন এ্যাটর্নী জেনালের, যখন সিনেটর প্রদেশ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই দলের টিকেটে নির্বাচন করেছে)L'utente Compa Elephanthorn ha lanciato la seguente dichiarazione: “Se voti per il PRI ricorda che i prossimi desaparecidos potrebbero essere i tuoi figli o qualsiasi altra persona cara.”
28পিআরআই-এর প্রার্থী এস্তেবান আলবাররান, গত সপ্তাহের নির্বাচনে ইগুয়ালার নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে, এই দলটি ডেমেক্রেটিক রেভ্যুলেশন পার্টির বেশ কিছু প্রার্থীর আসন ছিনিয়ে নিয়েছে, যার মধ্যে এই এলাকার প্রাক্তন মেয়র (এখন কারাগারে) এবং গুয়েরেরোর প্রাক্তন গর্ভণর, আয়োতজিনাপার এই বেদনাদায়ক ঘটনার যার সদস্য পদ ছিনিয়ে নেওয়া হয়।
29এপিজেমেনিও ইবাররা, টুইটারে যার ২২৯,০০০ জন অনুসারী রয়েছে, তিনি নিখোঁজ হয়ে যাওয়া এই সব ছাত্রদের প্রতিদিন এক নাম ডাকা কার্যক্রমের নেতৃত্বে প্রদান করছেন।Bisogna ricordare come le sigle PRI corrispondano al Partito Rivoluzionario Istituzionale [it], a cui appartiene l'attuale presidente, Enrique Peña e per coincidenza, anche la Procuratrice Gómez quando arrivò al Senato.
30ইবাররা তার এই সকল টুইটে রাজনৈতিক বার্তাও যুক্ত করেন। ১ এ্যাবেল, আয়োতজিনাপার এই ঘটনায় একই সাথে ন্যায় বিচার এবং সত্যের জন্য।Epigmenio Ibarra, con più di 229,000 follower su Twitter, quotidianamente pubblica una “lista riepilogativa” di ciascuno studente in questione, menzionando il suo nome e accompagnandolo con qualche hashtag o messaggio di protesta:
31এবিসি-এর ন্যায় বিচারের জন্য। আমরা ভুলে যাইনি এবং আমরা ক্ষমা করতে পারি না।Un appello: Insieme per la giustizia e la verità su Ayotzinapa, Insieme per la giustizia ABC, nè perdono nè oblio.
32এই রকম ছিল রাষ্ট্র ।A fuoco lo stato.
33A pochi giorni dallo svolgimento della giornata elettorale del paese, in cui si dovranno eleggere i membri del potere Esecutivo e Legislativo negli ambiti locali e federali, è ancora incerta la questione se la cittadinanza possa esercitare un voto di protesta verso il Partito di Rivoluzione Democratica (PRD) [it], gruppo da cui provengono sia il sindaco di Iguala (oggi in prigione) e (l'odierno deposto) governatore di Guerrero al momento dei fatti violenti, Ángel Aguirre Rivero.