# | ben | ita |
---|
1 | আজারবাইজান: ভিডিও ব্লগার আদনান হাজিজাদের মুক্তি | Azerbaijan: scarcerato il video-blogger Adnan Hajizade |
2 | আজারবাইজানের রাজধানী বাকুর একটি আপিল আদালতের এক হঠাৎ ঘোষিত রায়ে ভিডিও ব্লগিং কর্মী আদনান হাজিজাদেকে শর্তহীনভাবে মুক্ত করে দেয়া হয়েছে। | Ieri 18 novembre la Corte d'Appello di Baku, con una sentenza alquanto inattesa, ha ordinato la liberazione del giovane blogger Adnan Hajizade [en, come i link successivi, eccetto ove diversamente indicato]. |
3 | আদনান গত বছর জুলাইতে আরেক কর্মী এমিন মিলির সাথে গ্রেফতার হন। তার চার মাস পরে এই দুজনকে দুবছরের জন্যে কারাবরণের আদেশ দেয়া হয় যাকে সবাই ভেবেছেন একটি রাজনৈতিক পক্ষপাতমূলক বিচার হিসেবে। | Inizialmente arrestato nel luglio 2009 insieme al collega Emin Milli, i due erano stati condannati dai quattro mesi ai due anni in prigione , dopo quello che molti avevano definito come un processo politicizzato. |
4 | আন্তর্জাতিক সমাজের অনেক প্রতিবাদ সত্বেও তাদের এই পরিণতি হওয়ায় অনেক সমর্থক মুষড়ে পরে। | Dopo tale condanna era partita una vigorosa protesta da parte delle comunità internazionale, senza tuttavia riuscire a impedire tale ingiustizia nei confronti dei due blogger. |
5 | হাজিজাদের গ্রেফতার ও কারাগারের শাস্তি হয়েছে বিশেষ করে তেলসম্পদ সমৃদ্ধ এই ভূতপূর্ব সোভিয়েত রিপাবলিকে কর্মরত বিদেশী প্রচারমাধ্যমগুলোর উপর বিধিনিষেধ আরোপ হবার পরে। | L'arresto e l'incarcerazione di Hajizade sono avvenute subito dopo l'introduzione di restrizioni contro i giornalisti stranieri operanti nell'ex Unione Sovietica e contro molti coinvolti nel Movimento Gioventù OL! |
6 | তখনই তরুণ কর্মীরা, বিশেষ করে আদনান কর্তৃক গঠিত ওএল আজারবাইজান ইয়থ মুভমেন্ট সক্রিয় হয়ে ওঠে। | Azerbaijan, co-fondato dallo stesso Hajizade subito dopo il rafforzamento di tali restrizioni. |
7 | তিনি তার সহকর্মী এমিন মিলির সাথে গ্রেফতার হবার একদিন পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবেকের বন্দি হিসেবে ঘোষণা দেয়। | Emin ed Adnan sono stati nominati prigionieri di coscienza da parte di Amnesty International il giorno successivo alla sentenza di colpevolezza. |
8 | আজারবাইজানী ওএল ইয়থ মুভমেন্টের এই সহ-প্রতিষ্ঠাতা অবধারিতভাবেই তার ছাড়া পাবার খবর ছড়িয়ে যাবার পরে তার সমর্থকরা স্বস্তির নিশ্বাস ফেলে। | |
9 | ফেসবুকে ছবি এবং সংবাদের রিপোর্ট ছড়িয়ে পরে আর টুইটারের মাধ্যমে লিঙ্ক আদান প্রদান হয়। আদনান মুক্ত!! | Ovviamente, non appena resa pubblica la notizia del rilascio di Hajizade, molti simpatizzanti hanno mostrato soddisfazione. parecchie infatti le foto e notizie rilanciati su Facebook, nonché commenti e link sul rilascio diffusi via Twitter. |
10 | #এমিনআদনান #আজারবাইজান আদনানের শীঘ্র মুক্তি নিশ্চিত!!! | - Adnan è LIBERO!!! :D #EminAdnan #Azerbaijan - il rilascio di Adnan è sicuro!!! |
11 | #এমিনআদনান #আজারবাইজান […] আদনান হাজিদাদে এবং এমিন মিলির সমর্থনে কমিটি আদনান হাজিদাদের মুক্তিতে খুবই আনন্দিত!!! | #EminAdnan #Azerbaijan - […] Il Comitato in sostegno di Adnan Hajizade e di Emin Milli è più che felice di annunciare il rilascio di Adnan Hajizade!!! - Yess… Adnan Hacizade azadliqdadir!!! |
12 | হ্যা… আদনান মুক্ত। | Bu gunun sevinci dehsetdir :))))) [az] - Siiiì! |
13 | আজকে সত্যিই আমাদের আনন্দ। | … Adnan è libero. |
14 | এরকম একটি বার্তা টুইটারে বহুল জনপ্রিয় হয় যখন @লায়লানাজাফলি ইনস্টিটিউট ফর রিপোর্টার্স ফ্রিডম এন্ড সেফটি কর্তৃক হাজিজাদের বাড়ি আসার ছবি আপলোড করে এর লিঙ্ক টুইটারে বিতরণ করা হয়। | In questo momento la gioia è enorme :))))) @leylanajafli è entrata nei Top Tweets dopo aver aggiornato il suo profilo con un link ad una fotografia scattata dall Istituto per la Sicurezza e la Libertà dei Reporter che mostrava Hajizade tornato nuovamente a casa. |
15 | লেইলার মন্তব্যটি খুবই উল্লেখযোগ্য ছিল। | @leylanajafli ha commentato con grande emozione: |
16 | স্বাধীনতার মুখ! | Il volto della libertà! |
17 | আদনান হাজিজাদে জেল থেকে ছাড়া পেয়েছেন। | Adnan Hajizade è stato scarcerato :) #EminAdnan #Azerbaijan […] |
18 | #এমিনআদনান #আজারবাইজান […] হ্যা, হাজিজাদের গ্রেফতারের সময়কার পরিস্থিতির আলোকে এবং তার ছাড়া পাবার শর্তের পরিপ্রেক্ষিতে যখন আরএফইর আজারবাইজানি শাখা তাকে জিজ্ঞেস করল যে সে ব্লগ করে যাবে কি না, তার উত্তর সহজ ছিল। | Eppure, malgrado le circostanze poco chiare relatgive all'arresto così come la natura condizionale del suo rilascio, quando il servizio azero del RFE gli ha chiesto se continuerà a fare il blogger, uscendo dal tribunale Hajizade ha risposto semplicemente:”Sì, Sì. |
19 | “হ্যা, হ্যা,” সে বলল এবং তার কোর্টরুম ত্যাগ করল। | |
20 | “ভিডিও ব্লগিং।” | Video-blogger. “ |
21 | হাজিজাদের অন্যান্য সাক্ষাৎকারের ভিত্তিতে এবং ফেসবুক ও টুইটারে তার সমর্থকদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন সবার মনোযোগ থাকবে মিলির দিকে যিনি এখনও কারাগারে আছেন। | Dalle interviste di Hajizade e dai commenti dei suoi sostenitori su Facebook e Twitter, sembra evidente che l'attenzione si sposterà ora su Emin Milli, rimasto in prigione insieme a giornalisti quale il vincitore del premio Libertà di Stampa Internazionale 2009, Eynulla Fatullayev. |
22 | তার সাথে বন্দী আছেন ২০০৯ প্রেস ফ্রিডম এওয়ার্ড প্রাপ্ত আইনুলা ফাতুলায়েভ। | L'articolo Caucasus: 2009 Blog Review offre una sintetica cronologia dei fatti, dall'arresto dei due blogger, fino al rilascio di Adnan. |
23 | আদনান হাজিদাদে এবং এমিন মিলির গ্রেফতার এবং তাদের মুক্তির আন্দোলন নিয়ে বিস্তারিত তথ্য আপনারা পাবেন গ্লোবাল ভয়েসেস ককেশাস: ২০০৯ ব্লগ রিভিউ তে। | |