# | ben | ita |
---|
1 | গুয়াতেমালা: পাকাইয়া আগ্নেয়গিরি রাষ্ট্রীয় বিপর্যয়ের সৃষ্টি করেছে | Guatemala: stato di calamità nazionale per il vulcano Pacaya in eruzione |
2 | সিসি বাই টয়ফেলগট | Foto di Teufelgt, ripresa con licenza Creative Commons |
3 | গতকাল পাকাইয়া [ইংরেজী ভাষায়] নামের আগ্নেয়গিরিটি সামান্য এক ভূমিকম্পের পরে তার অগ্ন্যুৎপাতের পরিমাণ বাড়িয়ে দেয়। একেবারে তার চূড়ায় ক্রান্তীয় এক ঝড়ের আগমনে, সেখান থেকে পানি, ছাই এবং পাথর পড়ার মত ঘটনা ভয়াবহ এক বিপদের সৃষ্টি করে। | In Guatemala vige lo “stato di calamità” [es, come tutti i link successivi eccetto ove diversamente indicato], come ha dichiarato il Presidente Colom dopo l'incremento dell'attività del vulcano Pacaya, situato 25 miglia a sud di Città del Guatemala. |
4 | আজ দুটি ভূমিকম্পের কারণে, পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। ক্রান্তীয় ঝড় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই এলাকার জনগোষ্ঠীর উপর দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে চলছে। | Giovedi scorso il vulcano Pacaya [en] ha aumentato l'eruzione a seguito a un lieve terremoto; per di più l'arrivo di una tempesta tropicale ha generato una pericolosa combinazione di piogge d'acqua, ceneri e pietre. |
5 | ছাই পড়তে থাকা এবং সামনের দৃষ্টি ঝাপসা হয়ে আসার কারণে ঠিকমত দেখতে না পাওয়া এবং বৃষ্টির কারণে, রাস্তায় ৩০ টির বেশি দুর্ঘটনা ঘটেছে। | Ora la situazione si è fatta molto più seria, dato che i due lievi terremoti, la tempesta tropicale e il vulcano in eruzione hanno colpito contemporaneamente la popolazione. |
6 | এখন পর্যন্ত ৩ জন লোক নিখোঁজ এবং একজনকে মৃত ঘোষণা করা হয়েছে: এনিবাল আরসিলার একজন চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান)। বিস্ফোরণের উপর সংবাদ প্রদান করার সময় তার মাথায় আগ্নেয়গিরি থেকে উড়ে আসা পাথরের টুকরা আঘাত করে। | Oltre 30 gli incidenti stradali causati dalla cenere, dalla bassa visibilità e dalla pioggia, 3 le persone scomparse e una, secondo quanto riportato, è morta: il corpo di Anibal Arcila, cameraman colpito alla testa da pietre provenienti dal vulcano mentre stava documentando l'eruzione, è stato trovato mentre i netizen rilanciavano la notizia online. |
7 | ইতোমধ্যে যখন নেটিজেনরা অনলাইনের (স্ট্রিমিং চ্যানেলগুলোতে) চ্যানেলে প্রবেশ করে তখন তারা বিষয়টি আবিষ্কার করে, আরো বিশজনের আহত হবার সংবাদ জানা গেছে, আশেপাশের শহরগুলো খালি করে দেওয়া হচ্ছে। | |
8 | এই পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকার বিষয়টি ব্লগ, টুইটার, আইডেন্টি. | Secondo quanto segnalato, altre venti le persone ferite e diverse le città evacuate. |
9 | কা একাউন্ট (হ্যাশট্যাগ #পাকাইয়া ব্যবহার করে) এবং এমনকি একটি রক সঙ্গীতের ফোরাম বা আলোচনা সভায় স্থান পায়। | |
10 | আকাশ থেকে আগ্নেয়গিরির ছাই পড়ছে, গুয়াতেমালায় এমন দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু গুয়াতেমালায় সিটিতে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। | Le discussioni sullo sviluppo degli eventi sono proseguite su vari blog, su Twitter e su identi.ca (tramite l'hashtag #Pacaya), e perfino su un forum dedicato alla musica rock. |
11 | ৩১ মে তারিখ পর্যন্ত শহরের বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পাথরের ময়লা মাটিতে পড়ে আছে এবং আকাশে ছাই উড়ছে। | La cenere che cade dal cielo non è un fatto insolito in Guatemala, ma è la prima volta ciò riguarda anche Città del Guatemala. |
12 | লোকজনকে বিষয়টি আইসল্যান্ডের আগ্নেয়গিরি আইজাফজালাজকুল আগ্নেয়গিরি যে ছাইয়ের মেঘ তৈরি করেছিল তার কথা স্মরণ করিয়ে দেয়। | |
13 | গত মাসে আইসল্যান্ডের এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইউরোপের বিমান যাত্রা ব্যহত হয়। | |
14 | পাকাইয়া আগ্নেয়গিরি একটি জনপ্রিয় পর্যটন এলাকা [ইংরেজী ভাষায়], এবং লোকজন এখানকার প্রবাহমান লাভা দেখে, ঝলসানো মার্শম্যালোস খায় (চিনি, ভুট্টার সিরাপ,পানি, জেলেটিন ইত্যাদি দিয়ে তৈরি মিষ্টি) এবং এলাকাটিকে চষে বেড়ায়, কাজেই তার অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়ার ফলে তা কি রকম পরিস্থিতির তৈরি করবে? | |
15 | ভিভো এন গুয়াতেমালা সংবাদ প্রকাশ করেছে যে: সম্প্রতি, এই আগ্নেয়গিরিটি প্রতি সেকেন্ডে বিস্ফোরণ ঘটাচ্ছে এবং এর অগ্ন্যুৎপাত এর কেন্দ্রে থেকে লাভা ৫০০ মিটার ঊর্ধ্বে উঠে যাচ্ছে। | L'aeroporto è stato chiuso fino ad oggi, a causa dei detriti rocciosi sul terreno e alla cenere nell'aria, ricordando così la nube di cenere generata dal vulcano islandese Eyjafjallajökull che ha interrotto il traffico aereo europeo lo scorso mese. |
16 | এর ছাই-এর স্তম্ভ ১৫০০ মিটার উচ্চতায় উঠছে এবং তা পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এলাকার গ্রাম এল রোডেও ও এল প্যাট্রোসিনিও এলাকায় ছড়িয়ে পড়েছে। | |
17 | আমাটিটান, সান ফ্রান্সিসকো অফ সালেস, কালডেরাস, লস পোকিটোস এবং সান ভিসেন্টে পাকাইয়া এলাকায় ছাই ছড়িয়ে পড়ার খবর জানা যাচ্ছে। | Il vulcano Pacaya è una popolare meta turistica [en] e non di rado la gente cammina accanto ai fiumi di lava, arrostisce all'aperto i marshmallow [it] ed effettua escursioni nell'area. |
18 | গুয়াতেমালা অগ্নি নির্বাপক দল (ফায়ারম্যান স্কোয়াড) তাদের ব্লগে সংবাদ প্রকাশ করেছে যে অনেক বেশি জনসংখ্যা সম্বলিত এলাকা যার মধ্যে আমাটিটলান, ভিলা নুয়েভা এবং সান মিগুয়েল পেটাপা এলাকা বেশ কয়েক বার ছিটকে আসা বালুর দ্বারা আক্রান্ত হয়েছে। | |
19 | ব্লগার চিটোওরে আকাশ থেকে কালো ধুলার পতনের ছবি তুলে দিয়েছে। | Ma come stanno davvero le cose con quest'improvviso aumento dell'attività vulcanica? Vivo en Guatemala segnala: |
20 | ভিডিও এবং প্রয়োজনীয় লিঙ্ক এই পরিস্থিতি সম্বন্ধে তথ্য জানাতে থাকবে। | Al momento, ci sono esplosioni ogni secondo e arrivano anche a 500 metri sul livello del cratere. |
21 | গতকাল পর্যন্ত, শহরের উপর যে সমস্ত ছাই পড়ছিল তা ছিল এক অন্য রকম ঘটনা, যদিও তা গুয়াতেমালায় একেবারে নতুন কোন ঘটনা নয়, যা নিচের ভিডিওতে দেখা যাবে, যেখানে একজন তরুণ বাইরে দাঁড়িয়ে আছে, সে সময় শুকনা ছাই তার উপর ছড়িয়ে পড়ে। | Le colonne di cenere hanno raggiunto i 1500 metri di altezza e vanno disperdendosi verso l'ovest e il sud-ovest, sui villaggi di El Rodeo ed El Patrocinio. Sono state riportate precipitazioni di cenere anche ad Amatitán, San Francisco de Sales, Calderas, Los Pocitos e San Vicente Pacaya. |
22 | এগুলো ছাদ এবং মাটির উপর ছড়িয়ে পড়েছে। পরবর্তী ভিডিওতে এক প্রশান্ত ব্যক্তি টেসি ক্যাসপাইন দেখাচ্ছে তার উঠানে যে ছাই পড়ছে তা কয়লার মত কালো এক স্তরে উঠান ভরিয়ে দিয়েছে। | Il blog dei vigili del fuoco guatemaltechi riporta che molte zone residenziali assai popolate, tra cui Amatitlan, Villa Nueva e San Miguel Petapa, sono state gravemente colpite dalla sabbia. |
23 | শহরের কোন কোন অংশে তা ২ থেকে ৩ ইঞ্চি গভীর এক স্তরের সৃষ্টি করে এবং এটি গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। | Il blogger Chitiore pubblica immagini dove si vede sabbia nera cadere dal cielo, oltre a video e link utili per tenersi informati sulla situazione. |
24 | আপনি অনলাইনে প্রকাশ করা গুয়াতেমালা টিভি নিউজ চ্যানেলের ভিডিওর মাধ্যমে এই রহস্যময় ঘটনাটির দৃশ্য দেখতে পাবেন (প্রবাহমান বা স্ট্রিমিং ভিডিওটি দেখতে পাবেন)। | Fino a giovedì, la cenere che cadeva dal cielo era un avvenimento divertente, pur non essendo un episodio insolito in Guatemala, come si può vedere nel seguente video dove un ragazzo rimane in giro all'aperto, mentre la cenere sibila e colpisce i tetti e altre superfici. |
25 | এছাড়াও গুয়াতেমালার প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ কমিশন (কনরেড) এর মাধ্যমে এই বিষয়ে সংবাদ পাবেন, যারা সব সময় তাদের ফেসবুকের পাতা ও টুইটারের পাতায় (টুইটার একাউন্ট) তাজা সংবাদ প্রদান করে যাচ্ছে। | Nel video che segue una tranquilla Tessy Caspine mostra la cenere caduta nel suo giardino, ora tutto coperto da una melma nero carbone. In alcune aree della città questa melma ha raggiunto i 5-8 cm. d'altezza, causando vari incidenti stradali. |
26 | এর মধ্যে সংযুক্ত রয়েছে,সেই সমস্ত সম্প্রদায়ের উপর ভিত্তি করে তৈরি করা মানচিত্র, যারা এই বিশেষ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে। এই পোস্টের কিছু তথ্যের ব্যাপারে সহযোগিতা করেছেন রেনাটা আভিলা। | Per seguire l'evolversi degli eventi, c'è lo streaming online di questo canale televisivo nazionale, o anche il CONRED, la Commissione Nazionale Guatemalteca per la Prevenzione dei Disastri Naturali, che aggiorna costantemente la pagina su Facebook e l'account su Twitter con varie informazioni, tra cui una mappa delle comunità colpite da quest'emergenza. |