Sentence alignment for gv-ben-20141222-46350.xml (html) - gv-ita-20141228-93948.xml (html)

#benita
1ফার্গুসন হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র জুড়ে রাস্তার শিল্পকে উৎসাহ প্রদান করছেUSA: l'omicidio di #Ferguson ispira la street-art di molti artisti americani
2মিসৌরির ফার্গুসনের রাস্তায় হত্যাকাণ্ড বিষয়ক এক বার্তা প্রদর্শিত হয়েছে।“Messaggio riflesso sul traffico” a Ferguson, Missouri.
3ছবি ফ্লিকারের লাইট ব্রিগাডিং-এর।Foto di Light Brigading su Flickr.
4একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কর্তৃক ১৮ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ কিশোর মিশেল ব্রাউনের হত্যা মিসৌরির ফার্গুসনে এলাকায় অস্থিরতার সৃষ্টি করেছিল, আর এই বিষয়টি এখন ফার্গুসন এবং সারা যুক্তরাষ্ট্র জুড়ে শিল্পের ক্ষেত্রে এক গভীর প্রভাব তৈরী করেছে।Le proteste a Ferguson [it], Missouri, innescate dall'omicidio del 18enne di colore Michael Brown [en,come i link seguenti salvo diversa indicazione] ucciso da un ufficiale di polizia bianco, hanno profondamente ispirato l'arte del posto e di tutti gli Stati Uniti.
5অনেক শিল্পী এবং অনুষ্ঠান প্রদর্শনকারীদের ফার্গুসন অথবা এই সম্পর্কিত সকল র‍্যালি এবং মশাল বা মোমবাতি জ্বালিয়ে নিশি জাগরণ (ভিজিল) কার্যক্রমে দেখা গেছে। ব্রাউন যার গুলিতে নিহত হয়েছে সেই পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করার গ্রান্ড জুরির সিদ্ধান্তের প্রেক্ষিতে ন্যায়বিচারের দাবীতে ক্রমাগত বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।Molto artisti e performer hanno fatto la loro comparsa alle manifestazioni e alle veglie legate ai fatti di Ferguson, nelle quali i manifestanti continuano a chiedere giustizia [it], in seguito alla decisione della giuria di non incriminare l'Ufficiale Darren Wilson, che ha colpito e ucciso Brown.
6ফার্গুসনের ঘটনার ভিত্তিতে তৈরী করা এক জানালা চিত্র।Finestra con murales a tema Ferguson.
7ছবি ফ্লিকারের পল সাবলিমানের।Foto di Paul Sableman su Flickr.
8১৩ ডিসেম্বর ২০১৪-এ ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সকলের জন্য ন্যায়বিচার নামক র‍্যালি।Manifestazione “Giustizia Per Tutti” a Washington DC, 13 dicembre 2014.
9ছবি ফ্লিকারের স্টেফান মেলকিসেথিয়ানের।Foto di Stephen Melkisethian su Flickr.
10বিভিন্ন র‍্যালিতে আয়োজিত রাস্তার শিল্পের মধ্যে প্রদর্শনের জন্য ছিল গ্রাফিতি, পোস্টার এবং ব্যানার, দৃশ্যত মনে হচ্ছে র‍্যালিতে প্রদর্শনের ক্ষেত্রে এবং সম্প্রদায়ের মাঝে প্রতিদিন এ সব শিল্পের সংখ্যা বাড়ছে।Molti esempi di Street art, inclusi graffiti, poster e striscioni alle manifestazioni, stanno spuntando quotidianamente anche al di fuori delle proteste, nelle comunità.
11সম্প্রতি এক সংবাদ প্রবন্ধে ওয়েবসাইট মিক দাবী করেছে যে মিসৌরির ফার্গুসনে রয়েছে “আমেরিকার সবচেয়ে শক্তিশালী সড়ক শিল্প” এবং উক্ত প্রবন্ধে তরুণ এক শিল্পী ড্যামন ডেভিসের কাহিনী তুলে ধরা হয়েছে, যে এই শহরে গ্রাফিতি এবং হাতে তৈরী পোস্টার দিয়ে দেওয়াল শিল্প তৈরী করছে।Recentemente, un articolo sul sito di notizie Mic, ha affermato che Ferguson (Missouri) ora possiede “la street art più potente d'America” e parla di un giovane artista, Damon Davis, che ha creato graffiti e arte sui muri della città usando impronte di mani.
12একই সাথে ডেভিস তার সৃষ্টিকর্ম তৈরীর জন্য স্থানীয় অনেক দোকান এবং ব্যবসায়ীর সাথে সংযুক্ত হয়েছে।Davis ha anche collaborato con molti negozi e imprese locali per creare le sue opere.
13সে ব্যাখ্যা করেছে, যদিও অনেক ম্যানেজার এবং বাড়ির মালিক রয়েছে যারা এই বিক্ষোভে সাহায্য এবং সমর্থন করতে ইচ্ছুক, তবে এখনো অনেকে আছে যারা “নিরপেক্ষ” থাকতে চায়।Come ha spiegato, anche se ci sono molti manager e proprietari terrieri che vogliono aiutare e appoggiano i manifestanti, ce ne sono ancora alcuni che vogliono rimanere “neutrali”.
14তবে ডেভিড লিখেছে:Ma Davis nota che:
15যদি আপনি এই সম্প্রদায়ের কাছ থেকে টাকা বানান, তাহলে এখানে নিরপেক্ষতা বলে কিছু নেই।Se stai guadagnando al di fuori di questa comunità, non esiste neutralità.
16ডেভিড এবং অন্য শিল্পীরাও মিয়ামির ওয়েএনউড বিক্ষোভের নিশি জাগরণে অংশগ্রহণ করার অথবা নিজেদের সৃষ্ট শিল্পকর্ম পাঠানোর আমন্ত্রণ পেয়েছেন। বিখ্যাত এবং ব্যাপক পরিচিত মিয়ামি আর্ট বাসেল যে সময় অনুষ্ঠিত হয় এটিও সেই সময় অনুষ্ঠিত হয়।Davis e altri artisti sono anche stati invitati a partecipare o a inviare i loro lavori alla veglia di protesta di Wynewood a Miami, svoltasi in contemporanea al famoso ed ampiamente pubblicizzato Miami Art Basel.
17এই মেলায় অজস্র সেলিব্রেটি এবং প্রখ্যাত শিল্পী উপস্থিত হয়, কিন্তু পলায়নপর মনোবৃত্তির জন্য এটি এবার ব্যাপক সমালোচিত হয়েছে।Questa fiera è stata visitata da molte celebrità e artisti noti, ma è stata molto criticata per i tanti assenti di quest'anno.
18তবে এখানে অন্তত একটি শিল্পকর্ম যা ছিল ২০১৪-এ আমেরিকা কাঁপানো বিক্ষোভের সাথে সম্পৃক্ত।
19আর এর সৃষ্টিকর্তা ছিল অতি বাস্তববাদী শিল্পী রবার্ট লঙ্গো, যার এই কাজের শিরোনাম “শিরোনামহীন (ফার্গুসন পুলিশ, ১৩ আগস্ট ২০১৪)”। অনেকে এই বিশাল পেইন্টিং-কে “মিয়ামী বিচ আর্ট বাসেলের সবচেয়ে শক্তিশালী চিত্রকর্ম” হিসেবে অভিহিত করেছে।C'è stato, comunque, almeno un lavoro legato all'evento che ha indignato l'America nel 2014, un'opera iperrealistica di Robert Longo, intitolata “Senza Titolo (Polizia di Ferguson 13 Agosto 2014)”, Alcuni hanno definito l'enorme dipinto come “l'opera più potente dell'Art Basel di Miami Beach”.
20এই খানিকটা অন্ধকারচ্ছন্ন পেইন্টিং-এ পদ অনুসারে চেহারা বিহীন পুলিশ কর্মকর্তার ছবি আঁকা হয়েছে এবং অভিন্ন এক শক্তি ধোয়ার আবরণে দর্শকদের দিকে ধেয়ে আসছে,যেটা সম্ভবত কাঁদানে গ্যাস।In questo cupo dipinto, le file degli ufficiali di polizia sono dipinte come una forza indifferente e senza volto, che si muove contro gli osservatori attraverso una fumosa foschia di probabili lacrimogeni.
21তবে মিয়ামির এই বিশাল আর্ট বাসেলের বাইরে শিল্পকলার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এক নিশি জাগরণের আয়োজন করা হয়েছিল। সেখানে যার উপস্থিত হয়েছিল, তারা পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের স্মরণে একটি মুহূর্ত বেছে নেন।Al di fuori del grandioso evento dell'Art Basel a Miami, pervaso dallo spirito dell'arte, comunque è stata organizzata una veglia, nella quale i partecipanti hanno speso un minuto per ricordare le vittime della violenza della polizia.
22তাদের ফেসবুক পাতায়, এই নিশি জাগরণের সংগঠক বলেন:Sulla loro pagina Facebook, gli organizzatori della veglia affermano:
23গত রাতে, আমরা ন্যায়বিচারের আহ্বান জানিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, আমরা মহাসড়ক এবং আর্ট বাসেল-এর খানিকটা অংশ বন্ধ করে দিয়েছিলাম, যা দেশটির সবচেয়ে বড় শিল্পকলা প্রদর্শনী।La notte scorsa ‪# L'AbbiamoFermato, abbiamo fermato l'autostrada e parte dell'‪# ArtBasel‬, l'evento artistico nazionale più importante, chiedendo giustizia per ‪# IsraelHernandez‬, ‪# MikeBrown‬, ‪# EricGarner‬ e le innumerevoli vittime della brutalità della polizia!
24ইজরায়েল হার্নানদেজ,মাইক ব্রাউন, এরিক গারনার এবং পুলিশের নির্মমতার শিকার এ রকম অন্য অজস্র ব্যক্তির জন্য ন্যায়বিচার দাবী করছি।
25এই কার্যক্রমে বিশেষ মনোযোগ প্রদান করা হয় ২০১৩-এ নিহত কিশোর গ্রাফিতি শিল্পী ইজরায়েল হার্নানদেজ-এর মৃত্যুর ঘটনার প্রতি, যে পরিত্যাক্ত এক ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর দেওয়ালে স্প্রে পেইন্টিং করার সময় পুলিশের হাতে ধরা পড়ে, যে পুলিশ কর্মকর্তা তাকে টেসার নামক যন্ত্র দিয়ে বিদ্যুতায়িত করে মৃত্যুর মুখে ঠেলে দেয়।E' stata data una particolare attenzione alla morte, avvenuta del 2013, del giovane graffitaro Israel Hernandez, stordito da un poliziotto con un taser, fino a morire, dopo essere stato sorpreso a dipingere con lo spray un lato di un McDonald's abbandonato.
26হার্নানদেজ ছিল এক প্রতিভাবান রাস্তার শিল্পী, যে তার এই স্বল্প জীবনে গ্রাফিতি এঁকে বেশ কিছু পুরস্কার পেয়েছিল।
27তার এই মৃত্যু পুলিশ কর্তৃক টেসারের অপব্যবহারের বিরুদ্ধে অনেক প্রতিবাদের জন্ম দেয় এবং এই ঘটনা একটি তথ্যচিত্রের বিষয়ে পরিণত হয়েছে যার নাম, “টেসারডঃ ইজরায়েল হার্নানদেজ এর কাহিনী”।La sua morte ha generato molte proteste contro l'abuso di taser da parte della polizia, ed è diventata il soggetto di un documentario intitolato “Tasered: The Israel Hernandez Story” (Stordito col taser: la storia di Israel Hernandez).
28এই সমস্ত র‍্যালিতে পুলিশের নির্মমতার শিকার সকল ব্যক্তির জন্য ন্যায়বিচারের দাবী জানানো হয়, যা একই সাথে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং তাদের কাহিনী বিশ্বের কাছে পৌঁছে যায়।Le manifestazioni in cui si chiede giustizia per tutte le vittime della brutalità della polizia sono anche diventate un movimento anti-razzista in molti stati americani e le loro storie hanno raggiunto tutto il mondo.
29নিউইয়র্কের ব্রুকলিনের গ্রাফিতিতে প্রদর্শন করা হয়েছে একটি বালক তার দুই হাত উঁচু করে রেখেছে এবং সেখানে লেখা “গুলি করোনা”। লন্ডনের এক গ্রাফিতিতে দেখা যাচ্ছে একটি বালক তার এক হাত উঁচু করে আছে এবং তার পুরো ছবি জুড়ে সেই একই কথা লেখা আছে::Dal graffito di Brooklyn, New York, che mostra un ragazzino con le mani alzate e le parole “non sparate”, al graffito di Londra, Inghilterra, che mostra un ragazzino con un braccio alzato e le stesse parole vicino l'immagine:
30ব্রুকলিনের গ্রাফিতি। মিসৌরি ফার্গুসনের বিক্ষোভের সমর্থনে নিউইয়র্ক।Graffito a Brooklyn, New York a sostegno delle proteste di Ferguson, Missouri.
31ছবি ফ্লিকারের ড্যামিয়েন ডেরুয়েনের।Foto di Damien Derouene su Flickr.
32মিসৌরির ফার্গুসন বিক্ষোভের সমর্থনে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের গ্রাফিতি।Graffito a Londra, Inghilterra a sostegno delle proteste di Ferguson, Missouri.
33ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে।Immagine ampiamente circolata su Internet.
34ফার্গুসনে, ড্যামন ডেভিস শিল্পীর গুরুত্ব ব্যাখ্যা করছে::A Ferguson, l'artista Damon Davis ha spiegato l'importanza che rivestono gli artisti:
35এই সমস্ত কাহিনীর বর্ণনা এবং ইতিহাসকে জীবন্ত রাখার ক্ষেত্রে শিল্পীরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।Gli artisti giocano un ruolo vitale, raccontano storie e le mantengono in vita.
36[এই সকল পোস্টার] নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ, যারা হয়ত এই সকল বিষয়ে দ্বিধান্বিত।[I poster] sono importanti per le persone che potrebbero essere sulle palizzate per guardare.
37হয়ত তারা তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে চায় [এবং আমাদের সমর্থন করা শুরু করে]।Forse cambieranno la loro opinione [e inizieranno a sostenerci].
38এবং যারা আমাদের পক্ষে নয় … এখন তারা জানে যে, আমরা এখনো এখানে আছি আর আমরা পিছু হটবো না।E per coloro che non sono dalla nostra parte … adesso sanno che siamo ancora qui. E non abbiamo intenzione di cedere.