# | ben | ita |
---|
1 | রাশিয়ার অণ্ডকোষ বিপ্লব কি কারাগারে পুসি রায়ট এর সাথে যোগ দিবে ? | Russia: L'artista che si è inchiodato i testicoli per protesta farà la fine delle Pussy Riot? |
2 | পিটার পাভলেনস্কির ২০১৩ সালের মে মাসের “কারকাস” প্রতিবাদের ছবি। | Foto della protesta di Piotr Pavlenskij nel maggio 2013, “Carcassa”, fermo immagine da YouTube. |
3 | ইউটিউব থেকে নেওয়া। রাশিয়ার রাজনৈতিক শিল্পী পেত্র পাভলেনস্কি সাম্প্রতিক সময়ে রেড স্কয়ারের ফুটপাথে তাঁর অণ্ডকোষ পেরেক দিয়ে আটকে দিয়েছেন, যা ছিল ২০১২ সালে অনুষ্ঠিত কুখ্যাত পুশি রায়ট ব্যান্ড এর বিচারের মূল কেন্দ্র। | Petr Pavlensky [en], l'artista politico russo che ultimamente ha inchiodato il suo scroto alla pavimentazione della Piazza Rossa, dovrà rispondere [ru, come tutti i link, salvo diversa indicazione] delle stesse accuse di “atti vandalici” al centro della vicenda delle Pussy Riot del 2012. |
4 | তিনি এখন “রাহাজানি”র মতো একই ধরণের অভিযোগের [রুশ] মুখোমুখি। রাশিয়ার অপরাধী আইনের [রুশ] ২১৩ ধারা লঙ্ঘন করায়, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। | Pavlenskij, accusato di aver violato l'Articolo 213 del Codice Penale: “perturbazione della pace per motivi di odio politico, ideologico, razzista, etnico o religioso”, potrebbe passare i suoi prossimi sette anni in prigione. |
5 | “রাজনৈতিক, ভাবাদর্শিক, সাম্প্রদায়িক, নৃতাত্ত্বিক অথবা ধর্মীয় ঘৃণার ক্ষেত্রে শান্তি বিঘ্নিত করায়” পাভলেনস্কিকে হয়তোবা পরবর্তী সাত বছর জেল খাটতে হতে পারে। | |
6 | স্নব ডট আরইউ নামক জার্নালের প্রতি মন্তব্য [রুশ] করে পাভলেনস্কি বলেছেন, তিনি জেল খাটতে তৈরী আছেন। যদিও তিনি বিশ্বাস করেন কর্মকর্তারা হয়তোবা এখনো তাদের মনস্থির করেননি। | Nelle dichiarazioni che ha rilasciato al giornale Snob.ru, Pavlenskij ha affermato che è pronto ad andare in carcere, anche se crede che gli ufficiali ancora non abbiano deciso cosa fare. |
7 | পুসি রায়টকে সহজেই কারাদন্ডে দন্ডিত করার সাথে এলেক্সি নাভালনির বিলম্বিত রায়টি বিপরীত বলে প্রতীয়মান হয়। পাভলেনস্কি ভিন্নমত পোষণ করে বলেছেন, রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় নাঃ | Confrontando la condanna di reclusione emanata contro le Pussy Riot con il caso di sospensione condizionale della pena per Alexeij Navalnij, Pavlenskij dimostra che l'applicazione delle leggi in Russia è qualcosa di imprevedibile: |
8 | আমি যেকোন কিছুর জন্য প্রস্তুত আছি। | Ero preparato a tutto. |
9 | আমাদের কর্তৃপক্ষ হিংস্র আচরণের একটি যন্ত্র বিশেষ। তারা এটা পরিবর্তন করতে পারবে না। | Le nostre autorità sono un sistema basato sulla violenza. |
10 | সেই কারণে আপনি একমাত্র তাদের কাছ থেকে যেকোন আচরণই আশা করতে পারেন। | Non possono cambiare, quindi ci si può aspettare di tutto. |
11 | তারা আমাকে জেলে পুরতে পারে। | Forse andrò in galera. |
12 | এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন ঘন্টা পর এই সিদ্ধান্তটি আবার খন্ডন করে বলবে, এটি শুধুমাত্র রটনা ছিল। | O forse, tra tre ore, il Ministero degli Interni pubblicherà una smentita, dicendo che era solamente gossip. |
13 | আমরা দেখেছি, কীভাবে তারা পুসি রিওটকে তালাবদ্ধ করে রেখেছে এবং কীভাবে নাভালনিকে মুক্তি দিয়েছে। | Abbiamo visto come rinchiusero le Pussy Riot e come liberarono Navalnij. |
14 | যেকোন মুহুর্তে তারা ১৮০ ডিগ্রী কোনে ঘুরে যেতে পারে। | In qualsiasi momento può verificarsi un giro di 180 gradi. |
15 | পুসি রিওটের নেত্রী নাদেঝদা তোলকোনিকভার স্বামী পেত্র ভেরজিলভ টুইটারে লিখেছেন, পাভলেনস্কির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনার বিষয়টি একটি নতুন কিছুকে চিহ্নিত করছেঃ | Piotr Verzilov, marito di Nadezhda Tolokonnikova, la cantante delle Pussy Riot, ha scritto su Twitter che le accuse di vandalismo contro Pavlenskij segnano l'inizio di qualcosa di nuovo: |
16 | রেড স্কয়ারে নিজেরই বলকে পেরেক দিয়ে আটকে দেয়ায় অপরাধী অভিযোগে অভিযুক্ত - দেশটিতে এটি একেবারেই নতুন মাত্রার এক বিচারিক নরক। | Accuse penali per aver inchiodato i propri testicoli sulla Piazza Rossa - questo è un livello completamente nuovo dell'inferno giudiziale di questo Paese. |
17 | অবিশ্বাস্য। | Incredibile. |
18 | ২০১২ সালের পুসি রিওটের কুখ্যাত “বাজে প্রারথনা”র একটি দৃশ্য। | Una scena della famosa “preghiera punk” delle Pussy Riot, febbraio 2102. |
19 | ইউটিউব থেকে নেওয়া। | Fermo immagine da YouTube. |
20 | যখন পাভেলনস্কির অবস্থা রাহাজানির বিরুদ্ধে একটি কঠোর আইন প্রয়োগের ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করেছে, তখন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগটিকে ভেরজিলভোর চেয়ে যেন আরো বেশী পরিচিত মনে হচ্ছে। | |
21 | পুসি রায়টের মতো করে পাভলেনস্কি জনসম্মুখে তাঁর অশালীনতাকে রাশিয়ার সামাজিক সমস্যাগুলোর দিকে মনোযোগ আকর্ষণের একটি রাজনৈতিক-শৈল্পিক প্রচেষ্টা হিসেবে প্রতিপাদন [রুশ] করেছেন। | Mentre la situazione di Pavlenskij rappresenta una severa applicazione della legge contro gli atti vandalici, le accuse che gli si imputano sono più familiari di quello che dice Verzilov. |
22 | যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ২১৩ ধারার উদ্ধৃতি দিয়েছেন, তখন যেভাবেই হোক, তারা যুক্তি দেখিয়েছে যে কিছু ঘৃণা প্রদর্শনের রূপ অশালীনতাকে প্রণোদিত করেছে। | Così come le Pussy Riot, Pavlenskij giustifica il suo atto pubblico scandaloso riferendo che si tratta di uno sforzo politico-artistico per attrarre l'attenzione sui problemi sociali della Russia. |
23 | নিঃসন্দেহে এটা ঘৃণার বিষয়, কেন এ ধরনের অপরাধে এমন কঠোর শাস্তি দেয়া হবে ? | Tuttavia, citando l'Articolo 213, i procuratori dichiarano che lo scandalo è stato motivato da qualche forma d'odio. |
24 | কিন্তু নিজের বলকে পাথরের সাথে পেরেক দিয়ে আটকে দেয়া একজন লোকের প্রতি কীভাবে ঘৃণা কাজ করতে পারে ? | In effetti è l'ipotetica presenza di odio il motivo per cui crimini di questo tipo comportano pene severe. |
25 | ২০১২ সালের বিচারে পুসি রিওটের সদস্যদের পক্ষে লড়েছিলেন এমন অন্যতম একজন আইনজীবী হচ্ছেন নিকোলাই পলজোভ । | Ma cosa c'entra con l'odio, un uomo che inchioda i propri testicoli a una pietra? |
26 | তিনি পাভলেনস্কির রেড স্কয়ার বিক্ষোভ প্রদর্শনে ঘৃণা কর্মকাণ্ডের সম্পর্কে অনুমান করেছেনঃ | Nikolaij Polozov, uno degli avvocati che difese le Pussy Riot nella causa del 2012, ha formulato un'ipotesi sul ruolo dell'odio nelle manifestazioni di Pavlenskij in Piazza Rossa: |
27 | নিজের অণ্ডকোষের থলে ফুটপাথে পেরেক দিয়ে আটকে দেয়ায় শিল্পীকে রাহাজানির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। | L'artista che inchiodò il proprio scroto al suolo è stato accusato di atti vandalici. |
28 | অনুমান করছি, ঘৃণাই তাঁকে নিজের যৌনাঙ্গের প্রতি প্রণোদিত করেছে। | Suppongo che sia stato motivato dall'odio per i propri testicoli, giusto? |