Sentence alignment for gv-ben-20081113-1409.xml (html) - gv-ita-20081114-442.xml (html)

#benita
1হাইতি: স্কুল ধসে গেছেHaiti: i blogger locali sul crollo della scuola di Pétionville
2হাইতির যে আর একটা ট্রাজেডির সামলানোর সামর্থ নেই এই বাস্তবতা সত্বেও নতুন একটা আঘাত এসেছে।Il fatto che Haiti [it] non meritasse certo un'ulteriore tragedia [in] non attenua la gravità della notizia.
3এইবার পেশনভিলে একটি স্কুল ধসে গেছে যাতে শত শত বাচ্চা নিহত হয়েছে আর অসংখ্য আহত হয়েছে। হাইতির ব্লগাররা দ্রুতই তাদের সহানুভুতি জানিয়েছে আর সাহায্যের হাত বাড়িয়েছে।Questa volta si è trattato del crollo di una scuola [in] a Pétionville [in], che ha provocato la morte di decine di bambini [in] e il ferimento di moltissimi altri [in].
4হাইতি ইনোভেশন বলেছে:I blogger haitiani hanno prontamente manifestato cordoglio e solidarietà.
5কিছু কিছু দুর্যোগের ভবিষ্যৎবাণী করা যায়।Haiti Innovation [in] scrive: Ci sono tragedie annunciate.
6প্রত্যেক হারিকেন মৌসুমে, আমরা ধারণা করতে পারি যে হাইতি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কবলে পড়বে।Durante le stagioni dei tornado, si può prevedere che Haiti verrà investita da qualche tempeste tropicali.
7আর কিছু করা যায়না যেমন পেশনভিলে স্কুল ধসে পড়া ছিল আকষ্মিক একটি ট্রাজেডি।Altre tragedie, invece, come il crollo della scuola di Petionville, ieri, giungono inattese.
8সাধারণত যেমন হয়ে থাকে কমিউনিটি দ্রুতই সাড়া দিয়েছে। তারা যতদুর সম্ভব পাথর ও ধ্বংসাবশেষ সরিয়েছে কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকার্য বাধাগ্রস্ত হয়েছে।Come sempre, è stata la comunità locale la prima a rispondere, provando a rimuovere la maggior parte dei detriti, operazione assai ardua senza l'equipaggiamento pesante necessario.
9লাইভ সে হাইতি ওয়েবলগ জানিয়েছে যে ধ্বংসাবশেষে বাচ্চারা আঁটকে আছে আর মানুষের কাছে আঁকুতি জানিয়েছে তারা যেন ‘সংশ্লিষ্ট সকলে জন্য প্রার্থণা' করে। যেমন পুজে স্পেওয়া বলেছেন যে যিনি দেখেছেন উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে ‘স্কুলকে ঘিরে থাকা বস্তি আর একটা খাঁড়া উপত্যকার জন্যে আর দেশে একটা সংগঠিত উদ্ধার কাঠামো না থাকার কারনে।”Livesay Haiti Weblog [in] ha confermato che i bambini sono rimasti intrappolati sotto i detriti, invitando la gente a “pregare per tutti quelli coinvolti”, come pure Pwoje Espwa [in], il quale ha fatto notare come gli sforzi dei soccorritori fossero stati ostacolati “dalle baraccopoli della zona intorno alla scuola, dalla ripidità del terreno e dall'assenza nel Paese di un'infrastruttura di soccorso organizzato”.
10পুজে স্পেওয়া আর একটা পোস্ট লিখেছেন মারিয়েলা দেলিস্কা নামে একজন নিহতের স্মরনে:Pwoje Espwa [in] prosegue con un altro post, stavolta dedicato alla memoria di Mariella Delisca, una delle vittime:
11তার বয়স মাত্র ১৯ বছর ছিল আর সে নিক ককমিচ (নিকো) এর ভালো বন্ধু ছিল যে আমাদের সাথে কয়েক বছর আগে কাজ করেছিল।Aveva diciannove anni, ed era buona amica di Nick Kocmich (Nico), che aveva collaborato con noi un paio di anni fa.
12নিক এখন পোট-অ-প্রিন্সে আছে কানেক্টিকাটের নরউইচের ডাওসেসের একটা চার্চের দায়িত্বে।Nick ora si trova a Port-au-Prince, e gestisce la Norwich House, chiesa della Diocesi di Norwich, nel Connecticut.
13মারিয়েলা নরউইচ পরিবারের সদস্য ছিল আর গভীরভাবে তার অভাব অনুভুত হবে।Mariella era considerata parte della famiglia di Norwich, e ci mancherà terribilmente.
14আমাদের প্রার্থণা তার পরিবার, বন্ধু আর অন্য সকলের জন্যে যারা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের ভালোবাসার মানুষকে হারিয়েছে।Preghiamo per la sua famiglia, gli amici e tutti coloro hanno perduto i propri cari in questo terribile incidente, che proprio ora scopriamo aver portato via con sè 82 vite.
15এখন শোনা যাচ্ছে ৮২ জন মারা গেছে। স্কুলের পাহাড়ের নীচে বসবাসকারী দ্যা ব্লেশ ফ্যামিলি স্বীকার করেছে যে পরিস্থিতি ‘ভয়ঙ্কর' আর আরএইচএফএইচ রেস্কিউ সেন্টারের একজন কাছের বন্ধু আছে ‘যে গিয়ে দেখতে পেরেছিল যে কি হচ্ছে':The Blesh Family [in], che vive nei pressi della collina della scuola, ha ammesso che la situazione era “terribile”, mentre RHFH Rescue Center [in] ci racconta di un amico che trovandosi nelle vicinanze “è riuscito a recarsi sul posto per vedere cosa stesse accadendo”:
16সে জানিয়েছে যে ৪৭ জনের একটা ক্লাসের ৪৫ জনই মারা গেছে।Mi ha raccontato che c'era una classe di 47 studenti, 45 dei quali sono morti.
17সে দেখেছে মূল বাড়ি থেকে মৃতদেহ বের করে নিয়ে যেতে।Ha visto estrarre molti corpi dal palazzo.
18তারা মৃতদেহ পিকআপ ভ্যানের পিছনে রেখে যাচ্ছিল।I corpi venivano caricati sul retro di un pickup, e portati via come nulla fosse.
19আজকে আমরা রেডিওতে শুনেছি যে মৃতের সংখ্যা মাত্র ৮০ এর মতো।Oggi abbiamo sentito alla radio che le vittime sarebbero circa 80.
20স্কুলে অন্তত ৫০০ জন ছাত্র ছিল।In quella scuola c'erano almeno 500 studenti.
21এর মধ্যে, দ্যা হাইতিয়ান ব্লগার দু:খিত ছিল যে জাতিসংঘ পরিস্থিতি ‘সুস্থির' করার জন্য টাকা দিচ্ছিল কাঠামোর উন্নয়নের জন্য না দিয়ে:Nel frattempo, The Haitian Blogger [in] si è detto rattristato che le Nazioni Unite [in] abbiano deciso di destinare dei fondi alla “stabilizzazione” piuttosto che alle infrastrutture:
22আমার জন্মস্থান পিশন-ভিলা, হাইতি।Sono nato a Petion-Ville.
23হাইতির রাজধানী পোট-আ-প্রিন্সের একটা উপশহর এটা।È un sobborgo della capitale di Haiti, Port-Au-Prince.
24‘লা প্রমেজে' (প্রতিশ্রুতি) নামে স্কুলে পিশন ভিলাতে একটা তিনতলা স্কুল গতকাল মধ্যাহ্নে ধসে গেছে।Un edificio di tre piani del mio paese, una scuola di nome “La Promesse”, è crollato ieri, nella mattinata.
25পুরো বাড়ী ধসে গেছে।L'intero edificio si è sbriciolato.
26৫০০-৭০০ জন ছাত্র ছাত্রী যারা কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত শুক্রবার ক্লাস করছিল তাদের উপরে কংক্রিটের ধ্বংসাবশেষ পড়েছে।Il cemento è caduto sui circa 5-700 studenti, dall'asilo al liceo, che quel venerdì frequentavano la scuola.
27অন্তত ৫০ জন নিহত হয়েছে।I morti sarebbero almeno 50.
28এখন হাইতিবাসী তাদের খালি হাত দিয়ে খুঁড়ছে আর রাত ভরে কাজ করছে শত শত যারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে তাদেরকে বের করার জন্য।Al momento, gli haitiani stanno scavando con le mani e lavoreranno anche di notte per estrarre le centinaia di bambini che sono rimasti intrappolati sotto le macerie.
29জাতিসংঘ যখন হাইতি দখল করে, হাইতির প্রেসিডেন্ট আরো বেশী ট্রাক্টর আর বুলডোজার চেয়েছিলেন হাইতির কাঠামো নির্মাণের জন্য, ট্যাঙ্ক আর বন্দুক তিনি চান নি।Quando le Nazioni Unite occuparono Haiti, il Presidente del piccolo Paese caraibico Rene Preval fece richiesta di trattori e bulldozer, necessari a ricostruire l'infrastruttura del Paese, e non di carrarmati e armi da fuoco.
30এখন হাইতিতে ৯০০০ এর বেশী জাতিসংঘের বাহিনী আছে।A tutt'oggi sono 9000 le truppe Onu stanziate ad Haiti.
31জাতিসংঘের হাইতিকে সুস্থির করার মিশন (মিনুস্তাহ) এক বছরের বাজেট অনুমোদন করেছে (১ জুলাই ২০০৮-৩০ জুন ২০০৯) ৬০১.Il bilancio annuale (dal 1° luglio 2008 al 30 luglio 2009) è di 601.58 milioni di dollari (fonte: MINUSTAH Facts and Figures [in]).
32৫৮ মিলিয়ন ডলার (দেখুন হাইতি মিনুস্তাহ সংক্রান্ত তথ্য)। এটা প্রতি মাসে ৫০.La cifra equivale a 50,13 milioni di dollari al mese.
33১৩ মিলিয়ন ডলার, আর প্রতি দিনে ১.1.640.000 dollari AL GIORNO.
34৬৪ মিলিয়ন ডলার। গতকাল যদি হাইতিতে বেশী বুলডোজার থাকতো , আরো বেশী বাচ্চাকে বাঁচানো যেত।Se Haiti avesse avuto più bulldozer, ieri, sarebbero stati salvati molti più bambini.