# | ben | ita |
---|
1 | ইরান: জেলে থাকা ছাত্রকে সমর্থন করতে পুরুষরা হিজাবে ঢেকেছে মুখ | Iran: uomini vestiti da donna per sostenere Majid Tavakoli |
2 | শত শত ইরানী পুরুষ হিজাবে ঢাকা মহিলা হিসেবে সেজেছেন মাজিদ তাভাকোলির সমর্থনে। | |
3 | এই বিপ্লবী ছাত্রকে গত ৭ই ডিসেম্বর গ্রেপ্তার করা হয় নারীদের প্রতি একাত্মতা প্রকাশের জন্য। | Centinaia di uomini iraniani si sono vestiti da donna indossando lo Hijab per sostenere Majid Tavakoli [in], studente attivista arrestato il 7 dicembre. |
4 | ইরানী কর্তৃপক্ষ দাবি করেন যে তেহরানে ছাত্র দিবসে ভাষণ দেয়ার পরে জনাব তাভাকোলি নারীদের মতো সেজে ছিলেন পালানোর জন্য। | Le autorità iraniane sostengono [in] che il Tavakoli si sia travestito da donna per fuggire dopo avere tenuto un intervento a Teheran durante la recente manifestazione per la Giornata dello studente [it]. |
5 | তবে মানবাধিকার কর্মীরা ইরান থেকে চাক্ষুষ সাক্ষীর উপরে ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন: “রাষ্ট্র মিডিয়া কর্তৃক প্রকাশিত সকল ছবি নকল আর ইরানে ছাত্র আর নাগরিক কর্মীদের প্রতি পরিষ্কার অনৈতিক পদ্ধতির ব্যবহার।” | Tuttavia gli attivisti dei diritti umani iraniani hanno anche pubblicato la dichiarazione [in] di un testimone oculare secondo cui: “Tutte le foto pubblicate dai media statali sono false e fanno chiaro uso di strumenti immorali contro gli studenti e gli attivisti civili in Iran.” |
6 | শত শত ইরানী পুরুষ এখন তাদের ফেসবুক প্রোফাইলে নারীদের মতো পোশাক পরা। | Centinaia di uomini iraniani compaiono ora vestiti da donne sui propri profili personai di Facebook. |
7 | এখানে মাজিদের সমর্থনে একটি ইউটিউব ভিডিও দেখা যাবে যেখানে কিছু এই ধরনের ছবি সংগ্রহ করা হয়েছে ( ৪২ সেকেন্ড পরে শুরু হয়)। | Ecco inoltre qui di seguito un video su YouTube (“Siamo tutti Majid Tavakoli”) a sostegno di Majid che raccoglie e rilancia alcune di queste fotografie (inizia dopo 42 secondi). |