# | ben | ita |
---|
1 | ঈদের সময় রুশ মুসলিম ওয়েবসাইটগুলো বিকৃত করল হ্যাকাররা | Russia: siti musulmani deturpati da hackers durante Eid |
2 | ঈদের দিন মস্কোতে মুসলমানদের প্রার্থনা। | I musulmani di Mosca durante la preghiera dell'Eid. |
3 | ইউ টিউব স্ক্রিন শট। | Scatto preso da Youtube. |
4 | রাশিয়ায় গত সপ্তাহের জাতিগত দাঙ্গার [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন] পরবর্তীকালে অভিবাসী বিরোধী অনুভূতি উচ্চ থাকায়, কিছু ব্যক্তি এখনও উত্তেজনা বৃদ্ধিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে। | In Russia, i sentimenti anti-immigrati sono aumentati molto in seguito ai tumulti etnici avvenuti lo scorso fine settimana [en, Global Voices report], e alcuni individui sono determinati a far aumentare la tensione. |
5 | গত ১৫ অক্টোবর তারিখে রুশ মুসলমানরা ঈদ উল আযহা উদযাপন করেন (রাশিয়ায় এটি কুরবান-বাইরাম নামেও পরিচিত)। এ সময় রুশ মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ওয়েবসাইটগুলো মুখের মধ্যে কোরআন ধারণকারী বিভক্ত হত্তয়া শূকরের মাথার একটি ছবির দিয়ে বিকৃত করা হয়। | Il 15 ottobre, giorno in cui i musulmani della Russia hanno festeggiato l'Eid al-Adha [en] (o Kurban-Bairam come lo chiamano in Russia), diversi siti web della comunità musulmana russa sono stati imbrattati dalla foto di una testa di maiale mozzata, che tiene in bocca una copia del Corano. |
6 | ডিডস আক্রমনের পরে একটি ছোট বার্তা সহ ছবিটি রাশিয়ার মুফতি কাউন্সিল, মস্কোর ক্যাথিড্রাল মসজিদ, এবং মুফতি কাউন্সিলের প্রধান রাভিল গাইদুতদিনের ব্যক্তিগত ওয়েবসাইটে দেখা যাচ্ছে। | La foto, insieme ad un breve testo, è apparsa sui siti web del Consiglio dei Mufti della Russia [ru, come tutti i link successivi], della principale moschea di Mosca, e sul sito personale di Ravil Gaidutdin, capo del Consiglio dei Mufti, subito dopo un attacco da parte dei DDoS. |
7 | এই মুহূর্তে ওয়েবসাইট তিনটি অফলাইনে আছে। | Al momento tutti e i 3 siti sono offline. |
8 | সেখানে লিখা আছেঃ | Il testo recitava così: Salve, musulmani. |
9 | মুসলিম সম্প্রদায়কে অভিবাদন। | Il popolo di Mosca si rivolge a voi. |
10 | মস্কোর জনগণ তোমাদের সম্বোধন করছে। | Vi abbiamo fo***to! |
11 | আমরা ভাল করে জানি, শূকর তোমাদের জন্য একটি অপবিত্র প্রাণী। তাই এখানে মুখের মধ্যে কোরান নিয়ে একটি বাচ্চা শূকর রয়েছে। | Sappiamo benissimo che il maiale è un animale impuro per voi, perciò eccovene uno con il Corano nelle sue fauci. |
12 | এই ডোমেইনের নাম নোংরা করা হয়েছে এবং তোমরা আর এখানে তোমাদের ওয়েবসাইট হোস্ট করতে পারবে না। | Ora questo dominio è stato contaminato, così non potrete più ospitare qui il vostro sito. |
13 | খুব শীঘ্রই তোমাদের সকল মসজিদের কাছে শূকর সমাহিত করা হবে। | Presto seppelliremo dei maialini vicino a tutte le vostre moschee. |
14 | শুভ ছুটির দিন। | Buone vacanze, succhiac****. |
15 | গত ১৩ অক্টোবর, ২০১৩ তারিখে মস্কোর কাছে বিরুলেভোতে একজন রাগান্বিত প্রতিবাদকারী মার্কেটের ভেতর সম্পদ ধ্বংস করছে যেখানে অনেক অভিবাসী কাজ করেন। | Una folla inferocita distrugge la proprietà di un mercato in cui lavorano molti operai immigrati, in Biryulevo, vicino a Mosca, il 13 Ottobre 2013. Scatto preso da Youtube. |
16 | রাশিয়ার টুইটার সংযোগকারী টিজার্নালের মতে [রুশ], আক্রমণের প্রথম খবর পাওয়া যায় [রুশ] সামাজিক নেটওয়ার্ক ভিকোনটাক্টের ইভজেনি ভলনভ পাতাতে। | Secondo l'utente russo di Twitter TJournal, la prima notizia di un attacco, sarebbe apparsa sul social network VKontakte, nella pagina di Evgeniy Volnov. |
17 | ভলনভ রাশিয়ার প্রাঙ্কার [রুশ] সম্প্রদায়ের এক সদস্য - প্রাঙ্কাররা একটি সাংস্কৃতিক উপদল যারা কৌতুকপূর্ণ ফোন কল করে, রেকর্ড করে এবং ইন্টারনেটের মাধ্যমে এর ফলাফল শেয়ার করে। | Volnov è un membro di alto grado della comunità russa Pranker, un gruppo di persone che fanno scherzi telefonici, li registrano e poi li distribuiscono nella rete. |
18 | এই আক্রমণের সাথে ভলনভ জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়। | Non è ancora chiaro un suo coinvolgimento negli attacchi. |
19 | ইতিমধ্যে, মুফতি কাউন্সিলের আইটি কর্মীরা হামলার উৎস চিহ্নিত করতে সক্ষম হয়েছে। | Intanto, sembra che il personale del Consiglio dei Mufti ne abbia individuato la fonte. |
20 | রিয়া নভস্তি মুফতি কাউন্সিলের প্রেস রিলিজ উদ্ধৃতি [রুশ] দিয়ে বলেছেন: | Il sito d'informazione Ria Novosti cita un comunicato stampa del Consiglio: |
21 | […] অকথ্য এবং কাপুরূষচিত কথার উৎস চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। | […] l'origine di quest'atto vile e osceno è stata identificata, e le autorità competenti della polizia sono state informate. |
22 | অতীতে রুশ জাতীয়তাবাদীদের দ্বারা মুসলিম ধর্মীয় উৎসবগুলো মধ্য এশিয়া থেকে আগত অভিবাসী এবং সেই সাথে উত্তর ককেশাস থেকে অভ্যন্তরীণ অভিবাসীদের নির্দেশ করতে “বর্ধমান হুমকি” (প্রধানত মুসলিম) হিসেবে ব্যবহৃত হয়েছে। | In passato, le festività religiose musulmane sono state usate dai nazionalisti russi per strumentalizzare la “crescente minaccia” di migranti (a maggioranza musulmana) dall'Asia centrale, e di immigrati interni provenienti dal Caucaso del nord. |
23 | বিশেষভাবে দুই ঈদে এরকম বাগাড়ম্বরপূর্ণ উক্তি করা হয়। | |
24 | কারণ, এই দিন রাশিয়ার হাজার হাজার মুসলমান রাস্তায় সমবেত হন। কখনও কখনও উদযাপনের অংশ হিসেবে খামার থেকে প্রথাগত ভাবে পশু কুরবানি করে থাকেন, যেটি স্থানীয়দের তাঁদের থেকে বিচ্ছিন্ন বা শত্রুভাবাপন্ন করে তোলে। | Entrambe le feste (Eid) sono particolarmente suscettibili a questa retorica, perché decine di migliaia di musulmani russi si riuniscono nelle strade, a volte impegnati nella macellazione tradizionale degli animali d'allevamento come parte integrante della celebrazione, rendendo maldisposta la popolazione locale. |