# | ben | ita |
---|
1 | মার্কিন যুক্তরাষ্ট্র: অভিবাসী সংস্কৃতি বিরুদ্ধে আরেকটি আঘাত | USA: altri attacchi contro le culture degli immigrati messicani |
2 | ১৯৯৮ সালে আরিজোনার টাকসনে পাবলিক স্কুলের পাঠ্যক্রম থেকে মেক্সিকান-আমেরিকান শিক্ষা কর্মসূচী বাদ দেয়ায় বিক্ষুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে। | Nella città di Tucson, in Arizona, è stato applicato un provvedimento del 1998 che prevedeva l'eliminazione dai programmi delle scuole pubbliche di un corso sulla cultura messicana in USA. |
3 | অনেকের কাছে, এই কর্মসূচীটি বাদ দেয়া এবং একটি বিপুল সংখ্যক বই বাজেয়াপ্ত করা অতি রক্ষণশীল পরিকল্পনার জীবন্ত উদাহরণ যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিস্তারকে হুমকির মুখে ফেলেছে। | La decisione è motivo di indignazione tra gli studenti di origine messicana, in quanto allo smantellamento del programma è seguita per giunta la censura di un gran numero di libri. |
4 | গত জানুয়ারিতে টাকসনের স্বাধীন স্কুল জেলার অধীক্ষক জন হাপেথাল এই সিদ্ধান্তটিকে অনুমোদন দিয়েছেন এইচবি ২২৮১ আইনের এআরএস-১৫-১১২ সংবিধির উপর ভিত্তি করে। | Secondo molti si tratterrebbe di un esempio eclatante di messa in atto di un progetto conservatore estremista, in grado di minacciare il background culturale e storico di questa regione. |
5 | | Il provvedimento è stato approvato a gennaio dalla Sovrintendenza dell'Indipendent School District di Tucson, rappresentata da John Huppethal e basatasi sullo statuto ARS-15-112 [en, come i link successivi] della legge HB 2281. |
6 | জেসমিন ভিলা ল্যাটিনিটাসম্যাগাজিনে যেমন ব্যাখ্যা করেছেন এই আইন যে সমস্ত কোর্স বা ক্লাস নিষিদ্ধ করে যেগুলো: | Secondo quanto spiega Jasmine Villa sul LatinitasMagazine, questa norma proibisce corsi o lezioni: |
7 | এখানে বাজেয়াপ্ত কিছু বইয়ের একটি তালিকা দেয়া হল: | Questa la lista di alcuni dei libri censurati: |
8 | সম্পূর্ণ তালিকাটি পড়ার জন্যে এখানে ক্লিক করুন। | Qui è disponibile la lista completa. |
9 | এখানে টাকসনে নৃ-জাতিগোষ্ঠী শিক্ষা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের প্রতিবাদের একটি ভিডিও: | Di seguito un video che mostra studenti e insegnanti durante la protesta contro il provvedimento: |
10 | প্রত্যাশিতভাবেই রাষ্ট্র যে সংহতি নিয়ন্ত্রণ করতে চেয়েছে তা শুধুমাত্র টাকসনে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে। | La risposta solidale, arrivata da svariate regioni degli Stati Uniti, non ha disilluso le aspettative, a dispetto dunque del controllo che si voleva imporre sul principio di solidarietà. |
11 | শিক্ষা, সাহিত্য এবং মতামত প্রকাশের স্বাধীনতায় নিবেদিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য লেখকদের পাশাপাশি জুনোৎ দিয়াজ, লরা এস্কুইভেল, আনা কাস্তিলো এই অসাংবিধানিক পদক্ষেপটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। | Junot Díaz, Laura Esquivel, Ana Castillo, tra gli scrittori e svariate organizzazioni per la cultura, la letteratura e la libertà di espressione hanno espresso pubblicamente la loro opposizione al provvedimento anti-costituzionale. Non mancano le petizioni online e molti blog sono a favore del ripristino del curriculum di studi sulla cultura Messicano-Americana. |
12 | মেক্সিকান-আমেরিকান শিক্ষা পাঠ্যক্রম পুনরায় চালুর সমর্থনে বিভিন্ন অনলাইন পিটিশনের পাশাপাশি ব্লগ নির্মিত হয়েছে। | Il sito Banning History, ad esempio, accetta anche video dove la gente legge, canta o descrive alcune pagine dei libri censurati. |
13 | উদাহরণস্বরূপ, ইতিহাস নিষিদ্ধকরণ, নিষিদ্ধ বইগুলোর অংশবিশেষ পাঠ করছে, গাইছে বা প্রদর্শন করছে এমন ভিডিও গ্রহণ করছে। | "Non potete censurare i libri", murales a Tucson, AZ. Immagine di crjp da Flickr. |
14 | দর্শনের পুনর্বিবেচনা সঙ্গে যৌথভাবে সক্রিয় শিক্ষক দল, টিএজি সচেতনতা বাড়াতে “কোন ইতিহাসই বেআইনী নয়: আমাদের গল্প সংরক্ষণের একটি প্রচারাভিযান” নামক একটি প্রচারণা চালু করে। | Licenza da CC BY-NC 2.0. Un gruppo di insegnanti attivisti (Teacher Activist Group, TAG) in collaborazione con Rethinking Schools, ha lanciato una campagna di sensibilizzazione “Non esiste una storia illegale: manteniamo viva la memoria”. |
15 | তারা অবশ্য কথা বলার স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক বিভিন্ন পাঠসহযোগে নিষিদ্ধ কর্মসূচির পাঠ্যক্রমভিত্তিক একটি বর্ধিত পাঠ্যসূচি প্রস্তুত করেন। | Hanno anche creato un curriculum organizzato in corsi sul programma bandito, arricchito da lezioni sulla lotta per la libertà di espressione e la diversità culturale. |
16 | নিশ্চিতভাবেই সংহতির এই তরঙ্গ আরো শক্তিশালী হবে কারণ এটি ক্ষমতার অপব্যবহার, ভয় এবং বর্ণবাদের খুব কার্যকর একটি প্রতিষেধক। | Da questi segnali positivi si evince che l'onda di solidarietà guadagnerà sempre più forza e che sarà un valido antidoto contro l'abuso di potere, la paura e il razzismo. |
17 | মার্চে লিব্রোত্রাফিকান্তে ক্যারাভান টেক্সাসের হাউস্টন থেকে আরিজোনার টাকসনে পৌঁছাবে নিষিদ্ধ বইগুলো বিতরণের জন্যে। | A marzo la carovana Librotraficante, che partirà da Houston per arrivare in Arizona, passando per il Texas, distribuirà i libri censurati. |
18 | এখানে লেখক টনি ডিয়াজ আয়োজিত ক্যারাভান প্রজেক্টের একটি ভিডিও। | Ecco infine il video del progetto Librotraficante organizzato dallo scrittore Tony Díaz: |