Sentence alignment for gv-ben-20130418-36008.xml (html) - gv-ita-20130416-77910.xml (html)

#benita
1ভেনেজুয়েলার নির্বাচন: অল্প ভোটের ব্যবধানে জিতলো শাভেজবাদ
2৫ ঘণ্টার কিছু আগে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে।
3হুগো শাভেজের উত্তরসুরি হিসেবে নিকোলাস মাদুরো ৫০.Venezuela: il chavismo vince di misura alle elezioni
4৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হেনরিক ক্যাপ্রিলিস রোডানস্কি মাত্র ২ লাখ ৩০ হাজার ভোট কম পেয়েছেন।Dopo oltre 5 ore di attesa, il CNE (Consiglio Nazionale Elettorale) ha annunciato i risultati [es, come gli altri link tranne ove diversamente indicato] delle elezioni presidenziali in Venezuela del 14 aprile.
5এর আগে অক্টোবরে নির্বাচনে তিনি শাভেজের কাছে এক মিলিয়ন ভোটের ব্যবধানে হেরেছিলেন।Il candidato Nicolás Maduro [it], indicato da Hugo Chávez [it] come suo successore, ha vinto con il 50,66% dei voti.
6ভেনেজুয়েলার ভিতর এবং বাইরের ১ শতাংশ ভোট এখনো গণনা করা হয়নি। এই সংখ্যা ৬০ হাজারের মতো, যা দুইজনের (মাদুরো এবং ক্যাপ্রিলেস) মধ্যকার ব্যবধানের চেয়ে বেশি নয়।Soltanto 230.000 voti lo hanno separato dal suo avversario Henrique Capriles Radonski [it] che ha ottenuto un milione in più di voti rispetto alle elezioni dello scorso ottobre quando perse contro Chávez.
7বিরোধী দল ঘোষণা দিয়েছে, সব ভোট আবার গণনা না হওয়া পর্যন্ত তারা ফলাফল মেনে নেবে না। যদিও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর তা আর প্রত্যাহার করে নেয়ার সুযোগ নেই।A questo conteggio manca ancora l'1% dei seggi elettorali in Venezuela e il voto dei 60.000 elettori venezuali all'estero, un conto che renderà lo scarto tra Maduro e Capriles ancora più irrisorio.
8বিরোধী দল জাতীয় নির্বাচন কাউন্সিলের কাছে ৩ হাজার নির্বাচনী অনিয়মের বিষয়ে জানতে চেয়েছে।Sebbene il risultato sia ufficialmente “irreversibile”, l'opposizione ha dichiarato che non lo riconoscerà finché non saranno nuovamente contate tutte le schede.
9তবে কাউন্সিল এ নিয়ে কোনো মন্তব্য করেনি। অভিযোগগুলোর মধ্যে নির্বাচনের সময় অপরাধ সংঘটনের মতো বিষয়ও রয়েছে, যা সরকার পক্ষকে সুবিধা করে দিয়েছে।Inoltre, chiederà al CNE di rivedere le 3.000 denunce di irregolarità elettorali a cui non è stata data risposta, alcune delle quali costituirebbero brogli elettorali a vantaggio del governo.
10কারাকাস, ভেনেজুয়েলা।Caracas, Venezuela.
11১৪ এপ্রিল ২০১৩।14 april 2013.
12ছবি: হ্যারল্ড এস্কালোনা।Foto di Harold Escalona, copyright Demotix
13স্বত্ব: ডেমোটিক্স। নির্বাচনী ভাষণে নিকোলাস মাদুরো বলেছেন, তিনি প্রেসিডেন্ট শাভেজের স্বপ্ন যথাযথভাবেই পূরণ করবেন।Nei suoi discorsi durante la campagna elettorale, Nicolás Maduro ha sostenuto di essere riuscito a completare il lavoro di Chávez, deceduto a marzo.
14উল্লেখ, গত মার্চ মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে শাভেজ মৃত্যুবরণ করেছেন।Ha inoltre denunciato che Capriles gli ha offerto un patto di governo.
15নির্বাচনী ভাষণে তার প্রতি দেয়া ক্যাপ্রিলেস-এর গর্ভমেন্ট প্যাক-এর নিন্দা করেছেন।Dall'altro canto, invece, Capriles ha reso pubblico che non scenderà a compromessi con “l'inganno e la corruzione”.
16অন্যদিকে ক্যাপ্রিলেস পরিষ্কার করেছেন যে, প্রতারণা আর দুর্নীতির সাথে তিনি আপোশ করবেন না।Inoltre, ha chiesto rispetto per l'oltre 49% dell'elettorato che ha sostenuto la sua causa.
17তিনি একই সঙ্গে ৪৯ শতাংশ ভোটারদের যারা তাকে ভোট দিয়েছে, তাদের প্রতি সম্মান দেখানোর আহবান জানিয়েছেন।Le reazioni e i resoconti dei cittadini sono disponibili su Twitter sotto i seguenti hashtag, tra i tanti: #EleccionesVenezuela (“Elezioni in Venezuela”), #Venezuela, #Venezuelasomostodos (“Siamo tutti con il Venezuela”) e #Maduro.
18টুইটারে ##EleccionesVenezuela [স্প্যানিশ ভাষায়], #Venezuela, #Venezuelasomostodos [স্প্যানিশ ভাষায়] (“আমরা সবাই ভেনেজুয়েলাবাসী”) এবং #Maduro এই হ্যাশট্যাগগুলোতে নির্বাচনী প্রতিক্রিয়া এবং নাগরিক প্রতিবেদন পড়তে পারবেন।
19এটা শুরু মাত্র।Questo è solo l'inizio.