# | ben | ita |
---|
1 | জাপানের একটি সামাজিক মিডিয়া দিন-রাত ২৪ ঘণ্টা আবহাওয়ার খবর প্রচার করছে | In Giappone, un social network interamente dedicato alle previsioni meteo |
2 | ওকিনায়ার নাহাতে টাইফুন নাউল আঘাত হেনেছে। | Il tifone Noul colpisce Naha, Okinawa. |
3 | ইউটিউবের স্ক্রিনশট ওয়েদারনিউজের সৌজন্যে পাওয়া। | Immagine tratta da YouTube per concessione di WEATHERNEWS. |
4 | আবহাওয়া বিষয়ক যাবতীয় খবরাখবর জানতে আপনার যদি খুব আগ্রহ থাকে, তাহলে জাপানের একটি সামাজিক নেটওয়ার্কে ঢুঁ মারতে পারেন। | Se sei un otaku (cioè un fan ossessionato o un nerd) del meteo, il Giappone ha il social network che fa per te. |
5 | ওয়েদারনিউজ নামের এই সামাজিক নেটওয়ার্ক সোলাইভ২৪স্পেশালস্টিনিউজ নামের একটি চ্যানেলে ২৪ ঘণ্টা আবহাওয়া সংক্রান্ত খবর প্রচার করছে। | |
6 | ডিজিটাল ব্রডকাস্টিং টেকনোলজি এবং আইপি-এনাবল ক্যাবল বক্সের মাধ্যমে দর্শকরা রিয়েল টাইমে উপস্থাপকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। | |
7 | তারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, এমনকি জাপানের যেকোনো প্রান্তের আবহাওয়ার আপডেট (এবং ছবি) শেয়ার করতে পারেন। | WEATHERNEWS trasmette (sorprendente!) le notizie meteo 24/7 sul canale SoLive24 specialty news [jp]. |
8 | নিচের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ৬,৫০০'র বেশি দর্শক জাপানের বিভিন্ন প্রান্তের স্থানীয় আবহাওয়ার অবস্থা শেয়ার করেছেন। দর্শক কোনো বিষয়ে মন্তব্য করলে অনুষ্ঠান ঘোষণাকারী সাথে সাথেই সেটার উত্তর দিয়ে থাকেন। | Grazie alla tecnologia di trasmissione digitale e ai decoder IP attivi, gli spettatori possono interagire con gli ospiti in tempo reale, Possono fare domande, commenti e si possonon condividere gli aggiornamenti meteo (foto del tempo) da ogni parte del Giappone. |
9 | (আমাদের কাছে) আবহাওয়া বিষয়ক আপডেট বা তথ্য কীভাবে পাঠাবেন সেটার নির্দেশনা। ছবি কৃতজ্ঞতা: ওয়েদারনিউজ। | Nell'immagine seguente, più di 6,500 spettatori hanno condiviso le condizioni meteorologiche locali provenienti da tutto il Giappone. |
10 | সোলাইভ২৪-এর লাইভ স্ট্রিমিং সেবা টেলিভিশনের মাধ্যমে দেখা যাবে। | I presentatori rispondono ai commenti in tempo reale, mentre sono in onda. |
11 | আবার লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকেও দেখা যাবে। | Didascalia: Come inviar(ci) le previsioni meteo. Immagine da WEATHERNEWS |
12 | তাছাড়া ওয়েদারনিউজ তাদের ইউটিউব চ্যানেলে প্রতি ঘণ্টার আপডেট আপলোড করে থাকে। শুধু তাই নয়, আবহাওয়া সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে, সেটার ব্যাপক লাইভ কাভারেজের ব্যবস্থা করে। | Mentre il servizio online SoLive24 si può vedere in TV o tramite un'applicazione in diretta streaming, WEATHERNEWS carica ogni ora previsioni anche su suo canale YouTube [jp]. |
13 | সম্প্রতি তারা টাইফুন নাউলের ব্যাপক কাভারেজ দিয়েছে। এই টাইফুনের কারণে জাপানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। | Il canale offre anche un'ampia trasmissione di eventi metereologici in diretta, compreso il recente tifone Noul (Typhoon 6) [en], che ha causato forti piogge su gran parte della costa orientale del Giappone. |
14 | ওয়েদারনিউজ ওকিনায়ার নাহাতে ক্যামেরা সেট করে অনেকটা সময় নিয়ে সেখানকার অবস্থার লাইভ স্ট্রিমিং প্রচার করে। তাছাড়া পরে সেটার ভিডিও আপলোড করে। | WEATHERNEWS ha posizionato una telecamera a Naha, Okinawa, che ha filmato per diverse ore l'avvicinarsi del tifone per poi caricare il video. |
15 | জাপানে ওয়েদারনিউজের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। তবে জাপানের আবহাওয়া বিষয়ক আলোচনা কিংবা ছবি দেখতে চাইলে সোলাইভ২৪ হ্যাশট্যাগ অনুসরণ করতে পারেন। | Anche se WEATHERNEWS in Giappone non ha un account su Twitter, è possibile seguire la conversazione e vedere bellissime foto del meteo in Giappone seguendo l'hashtag #SOLiVE24 hashtag [en]. |