Sentence alignment for gv-ben-20120512-26547.xml (html) - gv-ita-20120513-59785.xml (html)

#benita
1তিউনিসিয়া: মত প্রকাশের স্বাধীনতা ক্যাম্পেইন শুরুTunisia: campagna per la libertà di espressione
2এই পোস্ট আমাদের বিশেষ কভারেজ তিউনিসিয়া বিপ্লব ২০১১ এর অংশ বিশেষ।
3কমিউনিটি ব্লগ নাওয়াত এবং আইএফইএক্স-টিএমজি (আন্তর্জাতিক ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জের তিউনিসিয়ার মনিটরিং শাখা) মিলে তিউনিসিয়ায় মত প্রকাশের স্বাধীনতা ক্যাম্পেইন শুরু করেছে।I blog collettivi Nawaat [fr] e IFEX-TMG (en, Tunisia Monitoring Group of the International Freedom of Expression Exchange) hanno lanciato una campagna per la libertà di espressione in Tunisia, libertà a rischio nonostante i progressi compiuti durante l'ultimo anno nel Paese.
4গত বছর থেকেই এই ক্যাম্পেইন চালুর উদ্যোগকে হুমকি দেয়া হচ্ছিল।Nawaat ha così introdotto [fr] la campagna:
5নাওয়াত ক্যাম্পেইনের পরিচিতি [ফরাসি ভাষায়] প্রসঙ্গে জানায়: তিউনিসিয়ায় মুক্তমতের সমর্থনে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে ১ মে মত প্রকাশের স্বাধীনতা ক্যাম্পেইন শুরু হয়।In occasione della Giornata Mondiale per la Libertà di Stampa [en, come i link successivi, eccetto ove diversamente indicato], e a sostegno alla libertà di parola nel Paese, il primo maggio è stata lanciata una campagna pubblica per la libertà di espressione che si estenderà fino al 25 dello stesso mese.
6এটি ১৫ মে ২০১২ পর্যন্ত চলবে। নাওয়াত এবং ২১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জের তিউনিসিয়ার মনিটরিং শাখা যৌথভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করছে।La campagna in questione è stata lanciata da Nawaat e dal Tunisian Monitoring Group (TMG) dell'International Freedom of Expression Exchange (IFEX), una coalizione di 21 membri dell' IFEX.
7ইউরোপিয়ান ইউনিয়ন এবং অক্সফাম নোভিবও ক্যাম্পেইনে সহায়তা দিচ্ছে।
8এটা ছিল সম্পূর্ণ প্রজন্মের জন্য কিন্তু এর বেশি নয়।Essa è sostenuta inoltre dall'Unione Europea e da OXFAM Novib.
9তিউনিসিয়ার টুইটার ব্যবহারকারীদের একত্রিত অ্যাভাটার।"Per una generazione intera, ma ora non più!", composta da avatar di utenti Twitter tunisini.
10ছবিটি নাওয়াত অর্গ থেকে নেয়া হয়েছে।Immagine ripresa da Nawaat.org
11তিউনিসিয়ার সংবাদপত্রে, রাস্তার বিলবোর্ডে ক্যাম্পেইনের বিজ্ঞাপন, এবং এই উদ্যোগের অংশ হিসেবে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ভিডিও প্রকাশ করা হয়েছে।
12এছাড়াও ফ্লিটিং ওয়ার্ডস নামের একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেখানে জাইন এল আবেদিন বেন আলীর শাসনকালে এবং তার পরের সময়কালে বিভিন্নজনের লেখা প্রবন্ধ, কলাম এবং কবিতা স্থান পেয়েছে।
13তাছাড়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বেশকিছু ট্রেনিং এবং ওয়ার্কশপ রয়েছে।Pubblicità sui quotidiani tunisini, annunci per le strade, e video a sostegno della libertà di espressione fanno parte di tale iniziativa.
14মত প্রকাশের স্বাধীনতার বিরোধী জাইন এল আবেদিন বেন আলীর শাসনক্ষমতা থেকে উত্খাত হওয়ার ১৮ মাস পরে এই ক্যাম্পেইন শুরু হলো।E' stata inoltre pubblicata un'antologia intitolata Parole brevi, che raccoglie articoli, commenti e posie scritti durante e dopo la caduta del regime di Zine El Abidine Ben Ali [it].
15এই ১৮ মাসে মত প্রকাশের স্বাধীনতা অনেকটাই প্রতিষ্ঠিত।La campagna giunge dopo diciotto mesi dalla caduta del regime di Zine El Abidine Ben Ali, nemico di lunga data della libertà di espressione.
16এ সময়ের অর্জনের মধ্যে রয়েছে সেন্সর ছাড়াই ইন্টারনেটে প্রবেশাধিকার, প্রতিবাদ জানানোর সংস্কৃতি চালু, গণমাধ্যমের সংখ্যাবৃদ্ধি এবং ক্যারিকেচারের মতো আর্টের উত্থান। বেন আলীর পলায়ন নিয়ে প্রচুর ক্যারিকেচার হয়েছে এ সময়ে।Durante questi diciotto mesi, diverse sono state le conquiste dal punto di vista della libertà di espressione: l'accesso illimitato alla Rete, l'emergere di una protesta culturale, un aumento nel numero degli organi di stampa, e una maggiore fioritura dell'arte, come quella della caricatura che ha conosciuto un vero e proprio decollo dalla caduta di Ben Ali.
17তবে পুরোনো সংস্কৃতি এখনো পুরোপুরি দূর করা যায় নি।Le vecchie usanze, tuttavia, sono ben lontane dall'essere decadute.
18ফেব্রুয়ারি মাসে আরবি ভাষার দৈনিক পত্রিকা অ্যাটিউনিসিয়ার তিন সাংবাদিককে গ্রেফতার করা হয় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার সামী খেদিরা ও তার মেয়েবন্ধুর নগ্ন ছবি পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করার জন্য।Nel mese di febbraio, per esempio, tre giornalisti del quotidiano arabo Attounisia sono stati arrestati per aver pubblicato una foto di copertina del centrocampista del Real Madrid Sami Khedira insieme alla sua ragazza, senza veli.
19মে মাসের ৩ তারিখে (বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস) তিউনিসিয়ার একটি কোর্ট ইরান-ফরাসী অ্যানিমেটেড ছবি পারসেপলিস সম্প্রচার করার জন্য নেসমা টিভির মালিককে জরিমানা করে।Il 3 maggio (Giornata Mondiale per la Libertà di Stampa), inoltre, un tribunale di Tunisi ha multato il proprietario di Nessma TV per aver trasmesso il film animato franco-iraniano Persepolis.
20সেন্সরশিপ ইনডেক্সে আইএফইএক্স-টিএমজি একজন সদস্য মন্তব্য করেন:Su Index on Censorship si fa notare:
21বেসরকারি মালিকানাধীন নেসমা টিভির পরিচালক নাবিল কারুইকে ব্লাসফেমি এবং পাবলিক অর্ডার ভঙ্গের অভিযোগে আদালত কর্তৃক অভিযুক্ত হওয়ার প্রেক্ষিতে এই সেক্টরে আমাদের সবসময় কাজ করে যেতে হবে।La necessità di continuare a lavorare nel campo è stata ribadita dal processo a carico di Nabil Karoui, direttore del canale privato Nessma TV, accusato di blasfemia e disturbo dell'ordine pubblico.
22এই পোস্ট আমাদের বিশেষ কভারেজ তিউনিসিয়া বিপ্লব ২০১১ এর অংশ বিশেষ