Sentence alignment for gv-ben-20110729-18989.xml (html) - gv-ita-20110801-43050.xml (html)

#benita
1তুরস্কঃ ইস্তাম্বুলের রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পরার প্রেক্ষাপটে জাতিগত উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছেTurchia: scontri per le strade di Istanbul riaccendono le tensioni etniche
2এ মাসের শুরুতে সামরিক বাহিনী এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল পিকেকে-এর মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষ নিজেদের ডজন খানেক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবী করেছে।Si riacutizzano le tensioni etniche in Turchia a seguito degli scontri tra l'esercito e i militanti del partito separatista curdo PKK che hanno già causato più di una dozzina di vittime tra le due fazioni.
3এর ফলে তুরস্কে জাতিগত উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। ২১ জুলাই তারিখে ইস্তাম্বুলের জেইতুনবুরনু এলাকায় এক বড় আকারের সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যখন উগ্র জাতীয়তাবাদী তুর্কী একটি দল পিকেকেপন্থী বিডিপে দলের অফিস অভিমুখে যাত্রা শুরু করে এবং সেটি আক্রমণের চেষ্টা করে।I più recenti confronti, nell'ambiente già teso del distretto di Zeytinburnu [en] a Istanbul, sono sfociate nella notte dello scorso 21 luglio in scontri su larga scala quando alcuni gruppi ultra-nazionalisti turchi hanno tentato di attaccare la sede del partito BDP (sigla del Partito della Pace e della Democrazia) simpatizzante del PKK.
4এর ফলে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং কয়েক ঘণ্টাব্যাপি সংঘর্ষের পর তারা সেই এলাকা দখল নিতে সমর্থ হয়।Solo dopo diverse ore di scontri, la polizia è riuscita a riprendere il controllo della situazione.
5সামাজিক প্রচার মাধ্যমে এই ঘটনার পর এই বিষয়ে এবং এর উপর সংবাদ প্রদানে এক বিশেষ ভুমিকা পালন করে, যেমনটা এই সম্মিলিত যাত্রা বা মার্চের সংগঠকরা সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে নিজেদের সংগঠিত করেছে।I social network, tra cui Facebook, si sono dimostrati essere per i manifestanti un efficace veicolo di comunicazione e hanno svolto un ruolo fondamentale tanto nella diffusione di notizie riguardanti gli incidenti quanto nella stessa organizzazione delle marce.
6ফেসবুকের একটি পাতা ২১ জুলাই, ৫৮ বুলভার জেইতিনবুরনু-এ অবস্থিত বিডিপি অফিসের দিকে মার্চ করে যাবার জন্য লোকদের একত্রিত করার কাজে ব্যবহার করা হয়েছে।Una delle pagine Facebook più usate per chiamare a raccolta quante più persone possibili nella marcia verso la sede del BDP è stata 58 bulvar zeytinburnu [tr, come gli altri link eccetto ove diversamente indicato].
7ইউটিউবের একটি ভিডিও প্রদর্শন করছে যে উগ্র জাতীয়তাবাদীরা “শহীদেরা কখনো মারা যায় না!” স্বদেশ কখনো বিভক্ত হয় না!Già in precedenza, in questa stessa pagina, era stato pubblicato un video di Youtube che mostrava i manifestanti ultra-nazionalisti tra le strade di Zeytinburnu mentre gridavano “I martiri non possono morire!
8স্লোগান দিতে দিতে জেইতিনবুরনু-এর রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে।
9যা শুরুতে এই পাতায় পোস্ট করে হয়েছেঃLa patria non si divide!”:
10এই বিশেষ ভিডিওটি শ খানেকের মত লাইক এবং মন্তব্য লাভ করেছে। এদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে সমর্থন করেছে এবং কেউ কেউ এর নিন্দা করেছে।Proprio questo video ha ricevuto centinaia di “mi piace” e diversi commenti a volte di appoggio, altre di denuncia.
11এই ঘটনার পর ফেসবুকের আরেকটি পাতা সৃষ্টি করা হয়, যার নাম জেইতিনবুরনুমেহমুতচিকলেয়ারি (মানে জেইতিনবুরনু-এর সেনা) এবং একদিনের মধ্যে এটি ৬০০০ লাইক অর্জন করতে সক্ষম হয়।Subito dopo gli incidenti, è stata creata un'altra pagina Facebook dal nome “Zeytinburnu Mehmetçikleri” (“I soldati di Zeytinburnu”) che ha raggiunto in un solo giorno più di 6.000 “mi piace”.
12মুস্তাফা কামাল আতাতুর্ক বলেছিলেন, সে ব্যক্তিটি কত সুখী যে বলতে পারে যে আমি এক তুর্কী ( নে মুটলু তুরকুম দিয়েনে ), এই পাতার মন্তব্য বিভাগে অনেকে এই মন্তব্যটি করেছে।Le parole di Mustafa Kemal Atatürk [it], “Ne Mutlu Türküm diyene” (“Beato chi può dire ‘Io sono Turco'”) sono state riprese in molti commenti.
13যদিও পরবর্তীতে বেশ কিছু সংবাদপত্র সংবাদ প্রকাশ করে যে উগ্র জাতীয়তাবাদীদের এই শোভাযাত্রা ছিল স্বতঃস্ফুর্ত, কিন্তু যে সমস্ত প্রতক্ষ্যদর্শী এই যাত্রার ভিডিও ধারণ করেছে, সে সব ভিডিও দেখাচ্ছে যে এটা ছিল একটা সংগঠিত যাত্রা, যেখান তুরস্কের বিশাল বিশাল পতাকা বহন করা হয় এবং সঙ্গীত বাজানো হয়।Inizialmente le agenzie di stampa avevano definito la marcia ultra-nazionalista come spontanea, successivamente però i video ripresi da testimoni diretti hanno reso evidente l'organizzazione alla base del movimento, con grandi bandiere turche e musica, come appare nel seguente video, apparso sul canale ozanisildar:
14যেমনটা নীচের ভিডিওটি তুলে ধরছে, যা ধারণ করেছে অজানিস্লাইডার :
15এছাড়াও, সংঘর্ষের সময় উপস্থিত ইকলাল তুরান এর বর্ণনা করেছে [তুর্কী ভাষায়], ভদ্রমহিলার কাছে এই যাত্রা স্বতঃস্ফুর্ত বলে মনে হয়নিঃİclal Turan, presente agli scontri, sostiene che la marcia non aveva assolutamente il carattere di un movimento spontaneo:
16“সংবাদে তারা সাধারণভাবে বর্ণনা করেছে যে এই [ যাত্রা ছিল] বিডিপির সমর্থকদের প্রতিক্রিয়ায় সৃষ্টি, কিন্তু আমি দেখলাম রাস্তায় উলকুচু [উগ্র জাতীয়তাবাদী দল] সংগঠিত হয়ে এগিয়ে যাচ্ছে”“Le cronache hanno riportato che [i manifestanti] erano gente comune in opposizione ai sostenitori del partito BDP, eppure quello che io ho visto è stato il gruppo ultra-nazionalista Ülkücü [Lupi Grigi, it] del tutto organizzato.”
17এছাড়াও সে উল্লেখ করেছে যে [তুর্কী ভাষায়] জেইতিনবুরনু-এর ঘটনা তিন দিন আগে শুরু হয়ে এখনো তা চলছে:Afferma anche che le tensioni a Zeytinburnu si sono scatenate tre giorni prima e si sono poi protratte fino a oggi:
18জেইতিনবুরনু-এর ঘটনার শুরু তিনদিন আগে, যখন বিডিপি-এর সমর্থকরা আবর্জনা [ক্যান] জ্বালিয়ে দেয় এবং অনেক বাড়িতে পাথর ছুঁড়ে মারে এবং এর পরে উলকুচু জেগে ওঠে [এবং] এখনো সেই সংঘর্ষ চলছে।Le tensioni a Zeytinburnu sono iniziate tre giorni fa quando i sostenitori del BDP hanno iniziato a dare fuoco ai cassonetti della spazzatura e a lanciare pietre contro le case.
19এই দিনের ঘটনার ছবি তুলেছেন ফ্রেড টার্ক, এতে দেখা যাচ্ছে বেশীরভাগ উগ্র জাতীয়তাবাদীদের হাতে লাঠি রয়েছে।È stato allora che l'Ülkücü ha reagito e lo scontro si è protratto fino a oggi.
20লাঠি হাতে উগ্র জাতীয়তাবাদী জনতা, ইস্তাম্বুল, তুরস্ক, ছবি টুইটার ব্যবহারকারী @ফ্রেডটার্ক-এর।Alcune fotografie degli scontri, scattate da Ferdi Türk, mostrano come la maggior parte degli ultra-nazionalisti fosse armata di bastoni:
21উগ্র জাতীয়তাবাদী জনতা এগিয়ে যাচ্ছে।Ultra-nazionalisti armati di bastoni a Istanbul, Turchia.
22ইস্তাম্বুল, তুরস্ক।Foto di @ferditurk, utente Twitpic
23ছবি টুটার ব্যবহারকারী @ফ্রেডটার্ক-এর।Folla di ultra-nazionalisti in marcia a Istanbul, Turchia.
24দৃশ্যত জনতা যেখানে জমা হয়েছিল, তারা সেখানকার অনেকের বক্তিগত সম্পত্তিতে হামলা চালায়।Foto di @ferditurk, utente Twitpic A quanto pare la folla ha arrecato danni all'intera proprietà privata nei pressi della zona in cui si era riunita:
25যে এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, উত্তেজিত জনতা সেখানকার অনেক দোকান, গাড়ি এবং অন্য অনেক ব্যক্তিগত সম্পত্তি বিনষ্ট করে।Negozi, auto e altre proprietà private sono stati danneggiati nei pressi della zona degli scontri.
26ইস্তাম্বুল, তুরস্ক।Istanbul, Turchia.
27ছবি টুইটার ব্যবহারকারী @ফ্রেডটার্ক-এর।Foto di @ferditurk, utente Twitpic
28আলপের বুডকা একজন সাংবাদিক যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি টুইটারে সংবাদ প্রদান করেছেন [তুর্কী ভাষায়] যে সংঘর্ষ এবং হামলা বন্ধের জন্য পুলিশ এসে হাজির হয়।Alper Budka, un giornalista presente nella zona degli incidenti ha informato tramite Twitter che è intervenuta la polizia per sedare ulteriori scontri:
29পুলিশ জনতার দিকে মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছে… এক মুহূর্তে মূল সড়কের দিকে এক আগুন ধরানো বস্তু ছুঁড়ে মারা হয়।La polizia ha attaccato la folla con spray al peperoncino. Al momento è stato lanciato un razzo nella strada [principale].
30এতে সাধারণ জনতা দোকান থেকে পালিয়ে যায়।Civili [estranei agli scontri] hanno cercato rifugio nei negozi.
31ছাড়াও সে উল্লেখ করেছে [তুর্কী ভাষায়] যে সে সময় দাঙ্গা পুলিশ এসে হাজির হয়:Ha anche informato che è intervenuta la polizia anti-sommossa:
32এরপর বাড়তি ৭০-৮০ জন দাঙ্গা পুলিশ এসে হাজির হয় এবং জনতা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা কিছু কিছু জায়গায় আবার একত্রিত হতে শুরু করে।
33এখনো তারা সেখানে রয়েছে। ইকলাল_তুরান মরিচের গুঁড়া ব্যবহারের বিষয়ে সংবাদ প্রদান করছে [তুর্কী ভাষায়];Poco dopo sono intervenuti altri 70-80 poliziotti anti-sommossa.
34সকল কিছু সত্ত্বেও, লোকজন যেখান দিয়ে হাঁটছিল, পুলিশ যেখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছে, সন্ধ্যর সময়টি তারা জ্বালাময়ী করে তোলে।La folla si è dispersa ma si è poi nuovamente riunita poco dopo nello stesso posto dove è tuttora.
35ছোট ছোট ছেলেমেয়েদের চোখে এই গ্যাস এসে লাগে। তারা কাঁদতে শুরু করে!In riferimento all'impiego dello spray al peperoncino, İclal Turan ha affermato:
36জেইতিনবুরনু-এর এক বাসিন্দা গ্রেগরামসামসাম সংবাদ প্রদান করেছে [তুর্কী ভাষায়] যে পুলিশের হেলিকপ্টার সেই এলাকার উপর পাহারা দিচ্ছিলো, যেখানে এক সময় জনতাকে ছত্রভঙ্গ করা হয়।Malgrado tutto, nel luogo in cui la polizia era intervenuta con gli spray al peperoncino quella stessa sera c'era di nuovo gente in strada che passeggiava tranquillamente.
37অবশেষে জেইতিনবুরনু-এর ঘটনা পরিসমাপ্ত হয়েছে, আমি ধারণা করি।Alcuni bambini, esposti ai gas, hanno iniziato a lacrimare!
38এখন সেখানে কেবল উড়তে থাকা হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। এইচটিওয়াই ৯৬, একজন ইউটিউব ব্যবহারকারী, তিনি জনতার কয়েকজনের সাথে পুলিশের সংঘর্ষের ছবি এক ভিডিও পোস্ট করেছেন।Un abitante di Zeytinburnu, gregorumsamsam, informa che, una volta dispersa la folla, gli elicotteri della polizia hanno continuato a sorvolare la zona:
39http://www.youtube.com/watch? v=-hlX4K796-USuppongo che gli scontri a Zeytinburnu siano finiti.
40২১ জুলাইয়ের রাতের ঘটনার পর কুর্দিপন্থী পিকেকে গ্রুপ এবং উগ্র জাতীয়তাবাদী তুর্কী গ্রুপ-এর মধ্যে দিনভর চলা সংঘর্ষের পরে দেশটিতে জাতিগত দাঙ্গা উসকে দেবার জন্য কেউ কেউ উভয় দলকে দায়ী করেছে।Oramai l'unico rumore che si sente è quello degli elicotteri della polizia che ancora sorvolano la zona. hty96, un utente di Youtube, ha pubblicato un video degli scontri tra la folla e la polizia, attualmente rimosso.
41সিনান দিরলিক মন্তব্য করেছে [তুর্কী ভাষায়] : তুর্কী এবং কুর্দীরা বোকার মত জেইতিনবুরনুতে সারাদিন ধরে এক গৃহযুদ্ধের মহড়া প্রদান করেছে, যখন এই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়বে তখন কি আপনারা শান্ত হবেন?Gli scontri tra i gruppi curdi sostenitori del PKK e i gruppi turchi ultra-nazionalisti a Zeytinburnu si sono protratti per giorni a partire dalla notte del 21 luglio scorso.
42অনেকে দাবী করছে যে এই ঘটনার জন্য উভয় দলকে সমানভাবে দায়ী করা ঠিক হবে না।Alcuni sostengono che entrambi le parti si siano lasciate manipolare per riaccendere le tensioni etniche già presenti nel paese.
43উদাহরণ হিসেবে কাফা_রাডিও বলছে [তুর্কী ভাষায়]Sinan Dirlik commenta: Idioti entrambi, Turchi e Curdi.
44সে বলছে যে, আসুন সমান দৃষ্টিভঙ্গি দিয়ে উভয় দলের দিকে তাকাই, সম্পুর্ণ মানে শক্তিশালীদের দ্বারা পুরোপুরি দমনের শিকার হওয়া।Stanno forse facendo le prove generali di una guerra civile a Zeytinburnu? Saranno contenti quando gli scontri si diffonderanno ovunque.
45জেইতিনবুরনুর ঘটনায় গুলচিন আভসার বিভিন্ন দলের সাধারণ সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার সমালোচনা করেছে।Alcuni, invece, come kafa_radyo, ritengono che non sia giusto attribuire le stesse responsabilità a entrambi i gruppi:
46সে মন্তব্য করেছে [তুর্কী ভাষায়]: জেইতিনবুরনু একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে।dire “manteniamoci equidistanti da entrambi le parti”, vuol dire implicitamente rendersi complici nella distruzione degli oppressi per mano dei potenti.
47এটা খুব বেদনাদায়ক যে এখনো অনেকে আছে যারা মনে করে লুটপাট এবং ধবংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের লক্ষ্য পুরণ করবে…। …Gülçin Avşar, criticando entrambi le parti per l'uso indiscriminato della violenza a Zeytinburnu, commenta: Hanno reso Zeytinburnu un campo di battaglia.
48এখনো জেইতিনবুরনু এলাকায় আবারো সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে এবং সে এলাকা ঘিরে অনেক গুজব ছড়িয়ে পড়েছে, সেখানকার এক বাসিন্দা গ্রেগরামসামসাম মন্তব্য করেছে [তুর্কী ভাষায়]:Com'è triste vedere che ancora ci sono persone che credono di poter raggiungere i propri obiettivi con il vandalismo e la distruzione. A Zeytinburnu si teme che ancora non sia finita del tutto: ivi residente, gregorumsamsam commenta:
49যদি গুজবের বিষয়টি ঠিক হয়ে থাকে, তাহলে জেইতিনবুরনুতে আবারো এ ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে।Se le voci che circolano sono esatte, non è che l'inizio per Zeytinburnu.
50বলা হচ্ছে যে এবার অন্য এলাকা থেকে বিডিপির সমর্থকরা এখানে আসবে।Dicono che stanno arrivando altri sostenitori del BDP anche dagli altri distretti.
51এছাড়াও সে উল্লেখ করেছে [তুর্কী ভাষায়] যে এই এলাকার অনেক বাসিন্দা অস্থায়ী ভাবে এলাকা ছেড়ে চলে গেছে।Informa anche che molti abitanti del distretto hanno deciso di andar via, almeno temporaneamente:
52অনেকে এখন এই এলাকা ছেড়ে অন্যত্র তাদের আত্মীয়ের বাসায় চলে গেছে।Molti se ne vanno da parenti in altri distretti.
53এক নির্বোধ হিসেবে আমি কেবল আমার ঘরে রয়ে গেছি।Sarò l'unico scemo a restarsene a casa, a tutti i costi.
54আমি এক একগুঁয়ে ব্যক্তি। এমনকি আমার মা এবং পরিবার এই এলাকা ছেড়ে যাচ্ছে।Persino mia madre e il resto della famiglia hanno deciso di andare via.