Sentence alignment for gv-ben-20100723-11828.xml (html) - gv-ita-20100713-21944.xml (html)

#benita
1পেরু: দুর থেকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখাPerù: le opinioni online dopo la finale dei Mondiali di calcio
2দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফিফা বিশ্বকাপ গত ১১ই জুলাই রোববার শেষ হয়েছে। এই মাসটিতে সারা বিশ্বব্যাপী ফুটবল নিয়ে অনেক কিছু হয়েছে।Con i Mondiali 2010 chiusisi domenica scorsa in Sudafrica, è stato un mese pieno di calcio in tutto il mondo.
3পেরুর ফুটবলপ্রেমীদের দুর থেকে এই টুর্নামেন্ট দেখতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে।I fan peruviani si sono dovuti accontentare di guardare il torneo da lontano.
4এবং এখন তারা স্পেনের নতুন চ্যাম্পিয়ন হওয়াকে উদযাপন করছে।E ora festeggiano la Spagna Campione del mondo.
5লিমার মূল স্কয়্যার (প্লাজা দো আরমাস) এ এই বড় স্ক্রিনে এবারের বিশ্বকাপের খেলা দেখান হয়েছে।Nella piazza principale di Lima (Plaza de Armas) questo maxischermo ha trasmesso le partite dei Mondiali.
6ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী আরাম কুরদুরশিয়ান এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় তা ব্যবহৃত হয়েছে।Foto di Adam Kudurshian, ripresa da Flickr con licenza Creative Commons.
7টিয়েম্পো এক্সট্রা (স্প্যানিশ ভাষার) ব্লগে ওমার ভেলার্দে সংক্ষেপে বলেছেন:Omar Velarde, dal blog Tiempo extra [es, come tutti gli altri link, eccetto ove diversamente indicato] scrive brevemente:
8আন্দ্রে ইনিয়েস্তার একটি হৃদয়-কাড়া গোলে স্পেন নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের প্রথমবারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল।Con un goal agonico di Andrés Iniesta, la Spagna si è consacrata per la prima volta nella sua storia campione del mondo, battendo 1 a 0 l'Olanda.
9জোহানেসবার্গের ‘সকার সিটি' লাল হয়ে গিয়েছিল ‘লা ফিউরিয়ার' [ভয়ঙ্কর - স্প্যানিশ ফুটবল দলের ডাক নাম] প্রতি সমর্থকদের ভালবাসায়।La “Soccer City” di Johannesburg si è colorato di rosso mentre assisteva all'entusiasmo sfrenato delle “furie rosse” [la nazionale spagnola].
10এন লা কাঞ্চা পেরু ব্লগ এই ফাইনালকে ইতিহাসের দৃষ্টিকোণে দেখেছে:Il blog En la cancha Perú, analizza la finale da una prospettiva storica:
11স্প্যানিশরা সারা খেলায় ভাল খেলেছে এবং আবারো তাদের পরিচ্ছন্ন ফুটবল শৈলী, নান্দনিকতা এবং বল নিয়ন্ত্রণ দেখিয়েছে মারদাঙ্গা এবং জোর দিয়ে খেলা ডাচদের সাথে।Gli iberici hanno giocato meglio e mostrato ancora una volta chiarezza, stile e buon possesso palla di fronte ai combattivi e battaglieri olandesi.
12এই সেই চুড়ান্ত ম্যাচ, যা ১১ই জুলাই জোহানেসবার্গের সকার সিটিতে অনুষ্ঠিত হয়েছে, ছিল বিশ্বকাপের ইতিহাসে ৩য় ফাইনাল ম্যাচ যা অতিরিক্ত সময়ে নিস্পত্তি হয়েছে।La partita decisiva, giocata al “Soccer City” di Johannesburg l'11 luglio, è stata la quarta finale decisa nei tempi supplementari dopo i Mondiali in Italia del 1934, in Inghilterra nel 1966 e in Argentina nel 1978.
13এর আগে এমন হয়েছিল ১৯৬৬ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে।Le “furie rosse” stanno vivendo il loro momento di gloria e sono entrati di diritto nella storia più ambito trofeo calcistico.
14ফুরজা রোজা (লাল ভয়ঙ্কর) টিম এখন তাদের স্বর্ণ সময় অতিবাহিত করছে এবং সবচেয়ে কাঙ্খিত ফুটবল ট্রফিতে তাদের নাম লিখিয়েছে।Per l'Olanda, questa è la terza finale persa, dopo la Coppa del Mondo in Germania nel 1974 e in Argentina nel 1978.
15নেদারল্যান্ডসের জন্যে এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল যেটাতে তারা হেরেছে। ১৯৭৪ সালে জার্মানি এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনা তাদের হারিয়ে বিশ্বকাপ জেতে।Persino alcuni simboli nazionali spagnoli sono stati contagiati da questa euforia calcistica, come fa notare il blogger di Fulbito y fulvaso:
16এমনকি কতিপয় স্প্যানিশ জাতীয় চিহ্নও সমর্থকদের আগ্রহের কবলে পড়েছে, জানিয়েছেন ফুলবিতো ঈ ফুলিয়াসো ব্লগের লেখক [স্প্যানিশ ভাষায়]:In Spagna sono devoti al polipo Paul [it], il mollusco che ha previsto la vittoria della nazionale spagnola sull'Olanda nella finale dei Mondiali.
17স্পেনে তারা নিবেদিত অক্টোপাস পলের প্রতি, যেই জলীয় প্রাণী নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের জাতীয় টিমের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল।
18এতই মত্ত এই সমর্থকরা ছিল যে পেরুর স্প্যানিশ এমবাসির সামনে একটি স্প্যানিশ পতাকা ওড়ানো হয় মজার এক চিহ্নসহ - একটি অক্টোপাসের ছবি।Così devoti che nell'ambasciata spagnola in Perù è apparso un curioso emblema: una bandiera del paese iberico modificata, con un polipo al posto dello scudo.
19অবশেষে মহিলারা তাদের কণ্ঠ শোনাতে পেরেছে।Infine, anche le donne si fanno sentire.
20ওত্রাস টার্ডেস [স্প্যানিশ ভাষায়] এর ব্লগ থেকে আমরা বিশ্বকাপকে অন্য ধরণের এক দৃষ্টিভঙ্গিতে দেখি বিশেষ করে চিত্র ব্যবহার করে:Sul blog Otras tardes, leggiamo un punto di vista molto diverso sui Mondiali in generale, ravvivato da simpatiche immagini:
21বিশ্বকাপকে আমাদের মাত্র একটি দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না।La Coppa del Mondo non va considerata da un unico punto di vista.
22কিছু মহিলারা ফুটবল ভালবাসে, কারও হয়ত ভালো লাগে না এই খেলা। কিন্তু ভাল লাগুক আর নাই লাগুক তারা সবাই বিশ্বব্যাপী যৌন আবেদনময়, সুদর্শন ও সুঠামদেহী এইসব ফুটবল খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখিয়ে থাকে।Ad alcune donne piace il calcio, ad altre no, ma ciò non toglie che anche quante non sono interessate al calcio o allo sport in generale non possano divertirsi guardando i più belli, atletici e sensuali giocatori di tutto il mondo.
23এছাড়াও এটি সবাইকেই কিছু না কিছু মজা দিতে সক্ষম।E ce n'è abbastanza per accontentare tutti i gusti.
24চলুন আমরা দেখি কারা সবচেয়ে বেশী মনোযোগ কেড়েছে:Date un'occhiata a quelli che hanno attirato maggiormente l'attenzione.
25দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফিফা বিশ্বকাপ এখন গত একটি বিষয়।I Mondiali sudafricani del 2010 sono finiti.
26আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হবে দেখতে যে ২০১৪ সালে ব্রাজিলে ফিফা বিশ্বকাপে আমাদের জন্যে কি আকর্ষণ অপেক্ষা করছে।Dovremo aspettare quattro anni per vedere quali sorprese ci aspettano alla Coppa del Mondo in Brasile del 2014.