Sentence alignment for gv-ben-20080910-1204.xml (html) - gv-ita-20080910-303.xml (html)

#benita
1তাইওয়ান: উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবেTaiwan: le case-ufo saranno demolite…
2ছবি: আভান্তের সৌজন্যেFoto per gentile concessione di avant.
3আভান্ত রিপোর্ট করছেন যে তাইওয়ানের তাইপের জনপ্রিয় উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে।avant [cin] riferisce del progetto per l'abbattimento delle famose case a forma di dischi volanti nella Contea di Taipei, a Taiwan.
4তাইপে কাউন্টির সানচিহ অঞ্চলের উড়ন্ত সসার বাড়ীগুলোতে প্রায় ত্রিশ বছর ধরে কেউ বাস করে না।Le case-ufo di Sanchih (Contea di Taipei) sono abbandonate da oltre trent'anni.
5সংবাদপত্রে দুমাস আগে তাদের নিয়ে লেখা হয়েছিল।Un giornale ne ha parlato due mesi fa.
6সেখানে রিপোর্ট করা হয়েছিল যে এই পরিত্যক্ত বাড়ীগুলোর মালিক এবং ঋণদাতা ব্যান্কগুলোর মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে।L'articolo diceva che il proprietario del villaggio disabitato e la banca creditrice avevano raggiunto un nuovo accordo.
7তাইপে স্থানীয় সরকার এই উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলে এখানে নতুন রিসোর্ট এবং কাছাকাছি সৈকতের সাথে যুক্ত করে সৈকতের পাশের বিনোদন পার্ক বানাবে।L'amministrazione di Taipei demolirà le case a forma di dischi volanti per costruirvi un nuovo complesso turistico litoraneo, inclusa una spiaggia nelle vicinanze.
8লিন হচ্ছে তেমন কিছু লোকের মধ্যে একজন যারা এই কৌতহলউদ্দীপক এবং আলাদা এই বাড়ীগুলো নিয়ে অভিভূত:Lynn è tra quanti sono stati letteralmente conquistati da queste abitazioni così particolari e interessanti.
9এটা খুবই সুন্দর।È stupendo.
10আমি এর ছবি দেখে যারপরনাই আনন্দিত।Sono incantata da questa foto.
11প্রথমত: আমার কাছে এর স্থাপত্যশৈলী ভাল লাগে কারন এগুলো অন্য কোন বাড়ীর মত নয়।Innanzitutto mi piace l'originalità dell'architettura.
12আমার মনে হয় তোমরা আমাকে ক্ষমা করবে এই উক্তির জন্যে, কিন্তু আমি ছেলেবেলায় বড় হয়েছি অস্ট্রেলিয়ায়, আমি জেটসন্স নামের একটি আমেরিকান কার্টুন দেখে বড় হয়েছি।Spero mi perdonerete se parlo della mia infanzia, ma da bambina, in Australia, guardavo sempre un cartone animato americano intitolato I Pronipoti.
13সেটি ভবিষ্যৎ কাল নিয়ে কল্পনাপ্রবণ একটি কার্টুন ছিল এবং এই বিল্ডিংগুলো ১৯৬০ এর দশকে আমরা একবিংশ শতাব্দী সম্পর্কে কি ধারণা রাখতাম তার কথাই মনে করায়।Erano storie ambientate nel futuro e queste costruzioni me lo ricordano; negli anni '60 si immaginava così la vita nel XXI secolo.
14দ্বিতীয়ত: এই ছবিটি খুবই অপূর্ব।Secondo, è una foto bellissima.
15এর রংগুলো খুবই মসৃন এবং যেন একটি শক্তি বহন করে।Tinte delicate che tuttavia trasmettono grande energia.
16এর প্রতিচ্ছবি রঙের এক দ্যোতনা সৃষ্টি করে।L'immagine riflessa rafforza i colori.
17আমি বিশ্বাস করতে পারছিনা কেন এগুলোকে ফেলে রাখা হয়েছিল।Non posso credere che tutto ciò sia abbandonato.
18আমি আশা করব যে এদেরকে বাঁচিয়ে রাখা হবে।Spero davvero che il villaggio venga preservato.
19এই উড়ন্ত সসার বাড়ীগুলো এতই আলাদা যে আভান্ত প্রস্তাব করেছেন যে এদের জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হোক।Poiché le case-ufo sono così particolari, avant [cin] propone di tutelarle come monumento storico nazionale.
20এটি খুবই দু্র্ভাগ্যজনক যে আমরা এই বাড়ী ভেঙ্গে ফেলতে চাচ্ছি।Sarebbe un peccato demolire queste costruzioni.
21আমি মনে করি যে সংস্কৃতি বিষয়ক কাউন্সিল এই বাড়ীগুলোকে জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করবে।Penso che il Ministero per i Beni Culturali debba includerle nel patrimonio nazionale come monumento storico.
22চিয়াং কাই শেক সৃতিস্তম্ভের মত এই ফ্লাইং সসার বাড়ীগুলো ১৯৭০ এর দশকে বানানো হয়েছিল.. এগুলো অসাধারণ স্থাপত্যশেলী।Queste case a forma di dischi volanti, come il Memoriale di Chiang-Kai-Shek [it], risalgono agli anni '70… Sono l'espressione di un'architettura particolare.
23আমরা এখন দেখতে পাচ্ছি যে তখনকার স্থাপত্যশিল্পীরা গতানুগতিক প্রাসাদের মত বাড়ীর ধারণা থেকে কি ভাবে সরে গিয়েছিল।Si vede il tentativo degli architetti di uscire dagli schemi classici delle costruzioni tradizionali.
24অন্য দিকে ১৯৭০ এর শেষের দিকে তাইওয়ান তেলের সংকট থেকে মাত্র পরিত্রাণ পেয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছে।D'altra parte, alla fine degli anni '70 Taiwan stava riemergendo dalla grave crisi petrolifera, dando inzio alla ripresa economica.
25তাউওয়ানের পরিবারের আয় তখন বেড়েছিল এবং জীবনযাত্রার মান উন্নীত হয়েছিল।Finalmente i taiwanesi avevano redditi più elevati e una migliore qualità di vita.
26রিসোর্ট হিসেবে এই উড়ন্ত সসার বাড়ীগুলো নির্মাণ প্রমান করে যে তাদের হাতে পর্যাপ্ত টাকা ছিল উন্নত দেশগুলোর মত নতুন ধরনের কিছু করে দেখাবার।La realizzazione di un complesso turistico fatto di case a forma di dischi volanti dimostrava che la gente, in quel periodo, disponeva di sufficiente liquidità da impiegare in attività nuove e fantasiose come accadeva nei Paesi industrializzati.
27এই বাড়ীগুলোর মাধ্যমে আমরা ৩০ বছর আগের লোকদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করতে পারি।È quindi grazie a queste case-ufo che possiamo avere testimonianza del modo di vivere di trent'anni fa.
28আপনারা যদি আগ্রহী হন তাহলে এই উড়ন্ত সসার বাড়ীগুলো সম্পর্কে মার্তা মিচালস্কা এবং ফাবিয়ান সোভিন্সকির স্থাপত্যশেলীর বর্ণনা পড়ে দেখতে পারেন।Se vi interessa l'argomento, Marta Michałowska e Fabian Sowiński [in] propongono una retrospettiva architettonica sulle case-ufo.