# | ben | ita |
---|
1 | পর্তুগীজ ব্লগ: ৮৫ বছর বয়সী সারামাগো, নোবেল বিজয়ী ব্লগার | Lusosfera: Saramago, 85 anni, Premio Nobel, Blogger |
2 | কিছু পাতা ওল্টানোর সংস্কৃতি এখন অনেকের কাছে আর কৌতূহলোদ্দীপক কোন কাজ নয়। বেশ কয়েক বছর আগে রচিত লিসবন সমন্ধে একটি লেখা সম্প্রতি আবিষ্কার করেছি। | Rovistando alcune carte che hanno ormai perduto la freschezza della novità, ho trovato un articolo su Lisbona scritto diversi anni fa, e, non mi vergogno a confessarlo, mi sono emozionato. |
3 | আর আমি স্বীকার করতে লজ্জিত নই যে আমি অভিভূত হয়েছিলাম এটি পড়ে। কারণ এটি আসলে কোন বিষয়বস্তুর বর্ণনা ছিল না, ছিল এক প্রেম পত্র। | Forse perché non si tratta veramente di un articolo, ma di una lettera d'amore, d'amore per Lisbona. |
4 | লিসবনকে ভালোবেসে লেখা এক চিঠি। কাজেই আমি ঠিক করলাম আমি লেখাটি আমার পাঠক আর বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেব এবং জনগনের মাঝে তাকে ছড়িয়ে দেব। | Così ho deciso di condividerla con i miei lettori e amici ripubblicandola, questa volta in una pagina infinita su Internet con cui inauguro il mio spazio personale su questo blog. |
5 | এখন ইন্টারনেটের জগৎ যেখানে লেখার জন্য পাতা কখনও ফুরোয় না সেখানে নিজের জন্য এক জায়গা তৈরী করে নিজেকে সম্পৃক্ত করলাম। এই লেখাগুলো পর্তুগীজ এবং নোবেল পুরস্কার বিজয়ী হোজে সারামাগোর ব্লগ ‘ও কাদেরনো ডে সারামাগো‘ (সারামাগোর নোটবই, যা পর্তুগীজ এবং স্প্যানিশ ভাষায়ও পড়া যায়) এর প্রথম কয়েকটি লাইন। | Queste le prime righe che lo scrittore portoghese José Saramago [it], Premio Nobel per la Letteratura (1998), scrive sul suo blog “O Caderno de Saramago”[pt], disponibile in portoghese e in spagnolo (n.d.t. da alcuni mesi esiste una versione italiana autorizzata, con traduzioni di Massimo Lafronza), e lanciato il 15 settembre, prima sul sito della Fondazione Saramago e ora usando la piattaforma WordPress. |
6 | এর যাত্রা শুরু হয় গত ১৫ই সেপ্টেম্বর, যা প্রথমে সারামাগো ফাউন্ডেশনের ওয়েবসাইটে ছিল এবং এখন এটি ওয়ার্ড প্রেস প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। | Finora nella sua “pagina infinita su Internet” Saramago è intervenuto su le scuse della Chiesa Cattolica a Darwin, George Bush e la crisi economica, il patrimonio di Berlusconi, Pulianas (un cimitero nella provincia di Granada) e il surriscaldamento del pianeta. |
7 | তারপর থেকে সারামাগো তার ইন্টারনেটের অসীম পাতায় ব্লগ লিখে চলছেন। | In un recente post, il 23 settembre, Saramago ha scritto anche del futuro della biblioteca di casa quando le coppie divorziano. |
8 | তার লেখার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ডারউইনের কাছে ক্যাথলিক চার্চের ক্ষমা প্রার্থণা, জর্জ বুশ এবং ঋণের সংকোচন, বার্লুসকোনির সৌভাগ্য, পুলিনা (গ্রানাডা প্রদেশের এক কবরস্থান) এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। | |
9 | তার গতকালের পোস্টে (সেপ্টেম্বর ২৩, ২০০৮) তিনি পারিবারিক গ্রন্থাগার গুলোর ভবিষ্যৎ নিয়ে লিখেছেন যেখানে পরিবারগুলোতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। | Per la gioia della Lusosfera, sono tutti grandi articoli: praticamente da ogni paese di lingua portoghese, i blogger gli hanno dato il benvenuto nella blogosfera (pubblicando link al suo blog, oppure copiandone e incollandone liberamente i post). |
10 | এগুলো সবই চমৎকার রচনা এবং পর্তুগীজ ভাষীদের জন্যে আনন্দের: এই ভার্চুয়াল বা নেটের পরিবেশের সকল পর্তুগীজ ভাষী দেশ এই ব্লগের জগৎে তাকে স্বাগত জানিয়েছে (তারা তার পোষ্টের লিন্ক প্রচার করেছে, অথবা তার লেখা তাদের ব্লগে পোষ্ট করেছে)। | |
11 | মোজাম্বিক থেকে এলাইন (পর্তুগীজ ভাষায়) বলেছেন, তিনি এই ব্যাপারে সামান্য সর্তকতা দিয়ে শুরু করেছেন, আসলেই কি এটি সেই ১৯৯৮ সালের নোবেল বিজয়ী সাহিত্যিক -ব্লগের এই সমস্ত লেখা কি তারই শব্দ? | |
12 | আমি দ্বিধান্বিত ছিলাম-- সত্যিই কি সে হোজে সারামাগো? | All'inizio Aline [pt], dal Mozambico, si è mostrata un po' scettica. |
13 | নাকি সে নয়- ভারী অদ্ভুত ব্যাপার! আমি ঐ ব্লগে প্রবেশ করলাম- আসলেই সে! | Che ci fosse proprio il Premio Nobel 1998 per la Letteratura dietro quelle parole online? |
14 | কল্পনা করুন ‘দি কেভ' এবং অন্য সব চমৎকার বইয়ের লেখক একজন ব্লগারে পরিণত হয়েছেন। | Ero perplessa… Che fosse proprio José Saramago? Non è da lui … Molto strano! |
15 | অনেকটা মাটির কাছে, অনেকটা আমাদের মতো! | Così sono andata a vedere: era proprio lui! |
16 | গতকাল পর্যন্ত আমার সকল কিছু পড়ার মতো সময় ছিল না। তাই আজ আমি সকালে উঠে পায়জামা বদলানোর আগেই আমি কম্পিউটার চালু করি। | Figuratevi l'autore de La Caverna e di tutti quei libri splendidi che diventa blogger, come un comune mortale, come noi! |
17 | কফি পান করতে করতে আমি সারামাগোর নোটবুক পড়ে ফেলি, অসাধারণ! তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি প্রতিদিন লিখবেন। | Siccome ieri non ho avuto il tempo di leggere tutto, stamani appena sveglia ho acceso il computer prima ancora di togliermi il pigiama. |
18 | এবং তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন। | Ho letto il Quaderno di Saramago mentre prendevo il caffè. |
19 | সোমবার পর্যন্ত তিনি তিনটি লেখা পোষ্ট করেছেন। | Fantastico! Ha promesso di scrivere tutti i giorni. |
20 | এবং এরপর তিনি এখন পর্যন্ত মোট ২৭ টি লেখা পোস্ট করেছেন। | E ha mantenuto la promessa: Da lunedì sono stati tre i post pubblicati. |
21 | পর্তুগাল থেকে ভাস্কো করিস্কো (পর্তুগীজ ভাষায় লেখা) বিশ্বাস করেন এই ব্লগের পেছনে যে লেখক রয়েছে তাকে তিনি চিনতে পেরেছেন: | |
22 | সারামাগোর নোটবুক -এ মতামত প্রদান করা বিভাগে আমাদের নিজের ভাষায় মত প্রকাশ করার অধিকার রয়েছে। | Finora i post sono otto. Dal Portogallo, anche Vasco Corisco [pt] sembra riconoscere lo scrittore dietro il blogger: |
23 | তার ব্লগে রয়েছে উচ্চ মাত্রার রাজনৈতিক বক্তব্য সম্বলিত লেখা সাধারণত যে ভাবে তিনি লিখে থাকেন বলে সবাই জানে। | Nella sezione del Quaderno di Saramago abbiamo accesso all'opinione scritta dall'autore in persona, nel tono decisamente politico cui è abituato chi conosce le sue opere. |
24 | পর্তুগাল থেকে হোয়াইও ব্লগ জগৎে সারামাগোর আগমনে খুবই আনন্দিত: | Sempre dal Portogallo, João [pt] ha dato con piacere il benvenuto a Saramago nella blogosfera: |
25 | যদিও আমি ধারণা করি তার ব্লগ আমারটার থেকে পুরোপুরি আলাদা হবে কারণ অনেক লোক তার ব্লগ পড়বে। | |
26 | এ ব্যাপারে এক বিশেষ অনুভুতি রয়েছে যে সারামাগো এমন একদল লোকের সাথে যোগ দিয়েছেন যারা ইন্টারনেটের এক কোণায় বাস করে কঠিন বাস্তবতাকে তাদের লেখায় তুলে আনছেন। একটা সংবাদ আমি তার সমন্ধে শুনেছি যে সারামাগো বলেছেন তিনি আর হাত দিয়ে লিখবেন না। | Ho il presentimento che sia un blog diversissimo da questo (mio), perché senz'altro il suo lo leggeranno in molti, ma la sensazione è comunque che Saramago ormai appartenga alla schiera di quelli che, da qualche parte della rete, hanno un angolo dove scrivere indisturbati. |
27 | এরপর তিনি টাইপরাইটারে লেখা শুরু করেন। আর এখন আমি সন্দেহ করি তিনি লেখার জন্য কম্পিউটার ব্যবহার করেন। | Un po' strano, perché ho letto di recente che Saramago aveva annunciato di non voler scrivere niente se non a mano. |
28 | কাবো ভার্দের (কেপ ভার্দে) নয় লোপেজ ব্লগে নতুন। সে সারামাগোর নতুন বই সমন্ধে সবাইকে বলে বেড়াবার সুযোগ নিয়েছে। | Dopo di che ha cominciato a scrivere a macchina, e adesso ho il sentore che per farlo usi il computer. |
29 | সারামাগোর নতুন বইয়ের নাম দি এলিফ্যান্টস জার্নি (হাতির ভ্রমণ)। | |
30 | আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে বইটি বাজারে আসছে। তুলনামূলকভাবে তার লেখার ভক্ত নন এমন একজন কেপভার্দের ব্লগার মিগুয়ে বারবোসা (পর্তুগীজ ভাষায়) দুই লাইন লিখেছেন তার ব্লগ সমন্ধে। | Da Capo Verde Neu Lopes [pt], anche lui blogger neofita, ne approfitta per dare notizia del nuovo libro di Saramago, A Iornada do Elefante (Il Viaggio dell'Elefante) [in-sp-pt], che sarà in libreria entro fine anno. |
31 | সেটি হচ্ছে: আশা করা যায় তার পোষ্ট করা লেখাগুলো তার বইয়ের মতো অতটা রসকষহীন হবে না….. ( | Miguel Barbosa [pt], altro blogger capoverdiano, che a quanto pare non è un estimatore di Saramago, dice la sua: |
32 | হে হে হে) ব্রাজিলের ব্লগস্ফেয়ারের দিকে এবার দৃষ্টি দেই। | Speriamo che i post non siano noiosi come i suoi libri, ah, ah, ah… |
33 | হেমিটেরিয়া সামান্য হতাশা ব্যক্ত করেছেন এই কারনে যে সারামাগো অনলাইনে (সাধারণ) লেখকদের দলে যোগ দিয়েছেন, কিন্তু সাথে সাথে আনন্দিত তার কিছু তীক্ষ লেখনী অনলাইনে পড়ে। | |
34 | এই সমস্ত লেখা তিনি ছেপেছেন এবং বাসের মধ্যে রেখে গেছেন যাতে অন্য লোকেরা পড়তে পারে এবং পাঠকেরা আবার পর তা যেন বাসে রেখে যায় যাতে অন্য বাসযাত্রী আবার তা পালাক্রমে পাঠ করে। আমি মনে করতাম করি এই শ্রদ্ধেয় পর্তুগীজ লেখক প্রযুক্তি বিমুখ একজন লেখক যে তার ভিন্ন রীতি অনেক পরিশ্রমে টিকিয়ে রাখে। | Passando alla blogosfera brasiliana, Hemetério [pt] si è detto dispiaciuto del fatto che Saramago si sia mescolato alla tribù della rete, ma comunque è contento di aver trovato testi così taglienti, che ha poi stampato e lasciato sull'autobus affinché altri passeggeri, come lui, potessero leggerli e lasciarli lì a loro volta: |
35 | সে তা টিকিয়ে রেখেছে একদল জাপানীর মতো যারা এক নির্জন দ্বীপে হারিয়ে যায়। তারা যুদ্ধে শেষ হবার অনেক পরেও তাদের দুর্গ রক্ষার জন্য তাদের জীবন বাজী রেখেছিল। | Credevo che il sommo letterato portoghese si opponesse alla tecnologia, nell'arcaica difesa del sudato lavoro alla macchina da scrivere, come quel giapponese disperso su un'isola remota che continuava a difendere il suo caposaldo ben oltre la fine della guerra. |
36 | উলুবনে মুক্তো ছড়ানো? | “Dare perle ai porci?”. |
37 | ব্রাজিলিয়ান ব্লগার হেমেটেরিও সারামাগোর (উপরের চিত্রের) প্রেসিডেন্ট বুশকে নিয়ে লেখাটি ছেপেছে, যিনি “সত্যকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তার বদলে মিথ্যার বসত গড়েছেন”, যা বাসের সীটে রেখে তিনি প্রচার করেছেন। | Il blogger brasiliano Hemetério [pt] ha stampato e lasciato sull'autobus il post sul Presidente Bush, che ha “bandito la verità dal mondo per far maturare, in sua vece, l'età della menzogna” |
38 | অন্যদিকে লারা (পর্তুগীজ ভাষায়) ভাবছেন, এটা বেশ কৌতুহলজনক যে একজন নামকরা লেখক এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছেন। | Lara [pt] pensa piuttosto che sia curioso vedere uno scrittore di fama ricorrere a questo tipo di strumento. |
39 | ভদ্রমহিলা তার ব্লগে লিখেছেন: | E allora interviene dicendo: |
40 | এটা ভালো লক্ষণ যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ কেবল দ্রুত বাড়ছে তাই নয় তার সাথে তার সূক্ষ্মতা এবং প্রাচুর্যও বৃদ্ধি পাচ্ছে যে ভাবে এটি জনগণের কাছে পৌঁছাচ্ছে। | È un buon segno che la comunicazione via Internet si estenda non solo grazie alla sua versatilità, ma anche per la facilità e l'ampiezza con cui arriva al pubblico. |
41 | কেউ একজন আমাকে বললো যে তার ধারণা সারামাগোর ব্লগ খোলার কারণ সে আসলে লোক দেখানোর চেষ্টা করছে। | Qualcuno mi ha fatto notare che a Saramago è venuta l'idea di aprire un blog per far vedere quanto è forte. |
42 | কিন্তু বন্ধুগণ, সারামাগোর বয়স এখন ৮৫ বছর। | Via, ragazzi, Saramago ha 85 anni! |
43 | এই বয়সের কোন ব্যক্তি জনপ্রিয়তা নিয়ে মোটেও মাথা ঘামায় না। | A una persona della sua età non importa nulla di fare il fenomeno. |
44 | সম্ভবত সারামাগোর লোক দেখানোর কোন প্রয়োজন নেই। কিন্তু তার এই সাইবারস্পেসে যোগদান করার উত্তেজনাটি আসলে এক ধরনের মার্কেটিং বা তার বাজার তৈরী করা। | Sarà anche vero che a Saramago non interessi nulla di fare il fenomeno, ma questa smania di entrare nel cyberspazio ha tutta l'aria di chiamarsi marketing. |
45 | মূল উদ্দেশ্য তার বাজারে আসা বই, তার বিখ্যাত পরিচিত উপন্যাস ব্লাইন্ডনেস (অন্ধত্ব) এর প্রচার যা অচিরেই চলচ্চিত্র আকারে আসছে ফার্নান্ডো মেরিলেস (তিনিও পর্তুগীজ ভাষার এক ব্লগার) এর পরিচালনায়। | |
46 | এই ছবিতে অভিনয় করেছেন মার্ক রুফালো ও জুলিয়ান মুর। | |
47 | পর্তুগীজ ব্লগার মিগুয়েল ড্রুমন্ড ডে ক্যাস্টো জনতাকে স্মরণ করিয়ে দেন যে এমনকি কোন নোবেল পুরস্কার জয়ী ব্যক্তিও রাতরাতি জনপ্রিয় ব্লগারে পরিণত হতে পারে না। | A parte il prossimo libro in arrivo, sta per uscire la versione cinematografica del suo famoso romanzo Cecità, diretto da Fernando Meirelles (anche lui blogger [pt]) con Mark Ruffalo e Julianne Moore come protagonisti. |
48 | তথ্য প্রযুক্তি বা প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকের মধ্যে বেশ ভালো রকমের ভুল ধারণা রয়েছে। | Qui di seguito, il blogger portoghese Miguel Drummond de Castro [pt] ci ricorda che neppure un Premio Nobel può trasformarsi in un blogger dall'oggi al domani: |
49 | অনেকে বিশ্বাস করে যে যন্ত্র সমন্ধে সামান্য দক্ষতা বা তার ব্যবহার - এ ক্ষেত্রে বলা যায় কম্পিউটার যদি ইন্টারনেটে সংযুক্ত থাকে - তাহলে দ্রুত সেই ব্যক্তি একজন সত্যিকারের ব্লগারে পরিণত হতে পারে। | Qui c'è un equivoco antropo-ciberbetico di primo grado. Il credere che usando un semplice congegno - in questo caso il computer collegato a Internet - una persona possa trasformarsi all'improvviso in un “vero” blogger. |
50 | যন্ত্র যেন অনেকটা ঈশ্বরের মতো তখনই আর্শীবাদ করে দেয়। | La macchina, come Dio, ti dà la sua benedizione. |
51 | যে ব্যক্তিটি তার জীবনে এর আগে ব্লগ সমন্ধে কোন কিছু জানেনি, যার টেমপ্লেট বা এইচটিএমএল নামক নেটের প্রযুক্তিগুলো সমন্ধে কোন ধারণা নেই হঠাৎ এক পবিত্র যন্ত্রের ইচ্ছায় সে নিজেকে একজন সত্যিকারের ব্লগারের মতো আচরণ করতে শুরু করে। | Ma la persona in questione, che fino al giorno prima non sapeva niente di blog, e non aveva la minima idea di cosa fossero i template [it] o l'html [it], per divina infusione di tecniche sublimi, si comporta all'improvviso come un “vero blogger.” |
52 | (অনেকের ধারনা) মুহুর্তেই যেন সে এই বিষয়ে সকল দক্ষতা অর্জন করে ফেলে। | E da un momento all'altro acquista la dovuta padronanza. |
53 | আসলেই কি তাই ? | Ma cosa importa tutto ciò? |
54 | ডেবোরাহ ইকামবিয়া (পর্তুগীজ ভাষায়) অনলাইনে গুণগত মানসম্পন্ন লেখা পড়ার বিষয়টি পছন্দ করেন। | Deborah Icamiaba [pt] apprezza il blog perché è una lettura di qualità in Rete: Che respiro di freschezza la lettura del nuovo blog creato da Saramago! |
55 | যখন আমরা নেটে চমৎকার কিছু লেখা পড়তে চাই আমাদের হা পিত্যেশ করে নেটে তাকিয়ে থাকতে হয়, কিন্তু পাই না। | Ne ho apprezzato i libri e sono diventata sua fan quando, unico fra i grandi scrittori, ha voluto che gli pubblicassero i testi su carta riciclata. |
56 | তবে ভালো লেখা পড়ার একটা ভালো জায়গা হচ্ছে; http://caderno.josesaramago.org/- যেখানে সবসময় কিছু কৌতুহলজনক কিছু বলা হচ্ছে খুব সাধারণ কিন্তু শক্তিশালী ভাষায়। | Se stiamo navigando su internet e abbiamo voglia di leggere qualcosa di bello, se cerchiamo ma non troviamo nulla, andiamo su http://caderno.josesaramago.org/, che ne vale la pena - ci sono sempre cose stimolanti dette in modo genuino e intenso. |
57 | ছবিটি পেরিওদিসতো ডিজিটালডটকম -এর ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন্স ২. ৫ এর আওতায় ব্যবহৃত | Foto tratta da Periodistadigital.com, sotto licenza Creative Commons Attribution 2.5 [it] |