# | ben | ita |
---|
1 | রাতের খাবার হিসেবে শেষ পরিনতি বরণ করল মিশরের #স্পাইডাক | Egitto: l'anatra-spia finisce in tavola |
2 | মেনেসের মতো দেখতে একটি সাদা সারস পাখি। | Una cicogna bianca simile a Menes. |
3 | ছবিঃ উইকিমিডিয়া কমন্স, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২. | Fotografia tratta da Wikimedia Commons, utilizzata con licenza Creative Commons Attribution 2.0 Generic. |
4 | ০ জেনেরিক লাইসেন্সের অধীনে ব্যবহৃত। মিশরে গুপ্তচরবৃত্তির জন্য ষড়যন্ত্র করে ফাঁসানো এবং গ্রেফতারকৃত হাঁস হিসেবে অভিযুক্ত সারস পাখিটির জীবনবসান ঘটেছে। | In Egitto, una cicogna scambiata per un'anatra, accusata di spionaggio [en, come tutti i link successivi] e arrestata, è diventata il pasto di una famiglia egiziana. |
5 | একটি মিশরীয় পরিবারের রাতের খাবার টেবিলে খাবার হিসেবে পাখিটির জীবনের পরিসমাপ্তি ঘটে। | Il 31 agosto si era diffusa la notizia che l'Egitto aveva arrestato un'anatra-spia con un oggetto sospetto attaccato alle penne. |
6 | একটা গুপ্তচর হাঁসকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ৩১ আগস্ট তারিখে মিশরে খবর ছড়িয়ে পড়ে। | |
7 | এর পালকের সাথে সংযুক্ত অবস্থায় একটি সন্দেহজনক যন্ত্র পাওয়া যায়। পরে জানা যায়, হাঁসেটি আসলে একটি সারস পাখি ছিল, যার নাম মেনেস। | Successivamente, è emerso che l'anatra era una cicogna chiamata Menes e che l'oggetto era un localizzatore usato per motivi di ricerca. |
8 | একটি গবেষণার কাজে ব্যবহারের জন্য পাখিটির শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়। | Il 4 settembre Mostafa Hussein aveva annunciato la liberazione della cicogna ingiustamente accusata: |
9 | ৪ ঠা সেপ্টেম্বর তারিখে মোস্তফা হুসেন ঘোষণা করেন: “ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে”ঃ | |
10 | ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে। | La cicogna ingiustamente accusata è tornata in libertà. |
11 | তবে মজার অবস্থাটি খুব সংক্ষিপ্ত ছিলো। | L'euforia è durata poco. |
12 | মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেনঃ | La blogger egiziana Zeinobia scrive: |
13 | এটি ভাগ্য না কি তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে নীল নদের তীরে মেনেসের গল্প অত্যন্ত দু:খজনক। | Non so se sia stata colpa del destino o di qualcos'altro, ma mi sembra che la storia di Menes nella terra del Nilo sia estremamente triste. |
14 | গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হওয়া এবং মিশরীয়র হাতে এক দিন আটক থাকার পর, তাঁরা এটাকে মুক্ত করে দিল পাখিটির শেষ পরিণতি দেখার জন্য ! | Dopo essere stata accusata di spionaggio e aver trascorso un giorno in un carcere egiziano, è stata lasciata libera di volare in un'area protetta solo per fare una brutta fine!! |
15 | দক্ষিণে একটি মিশরীয় নুবিয়ান পরিবার পাখিটিকে শিকাড় করে এবং খেয়ে ফেলে !!! | È stata cacciata e mangiata da una famiglia nubiana dell'Egitto meridionale!!! |
16 | মিশরের নেচার কনজারভেশন সোসাইটি ফেসবুকে লিখেছেঃ | Su Facebook la Società Egiziana per la Tutela della Natura ha aggiunto: |
17 | দুঃসংবাদঃ মেনেস নামের সাদা রঙের সারস পাখিটিকে হত্যা করা হয়েছে। | Triste notizia: Menes, la cicogna bianca, è stata uccisa. |
18 | বেশ কয়েক দিন আগে সালুঘা এবং গাযালের সুরক্ষিত এলাকার মধ্যে নিরাপদে মুক্তি দেয়ার পর, নিকটস্থ নীল নদের তীরে মেনেস উড়ে যায়। সেখানে পাখিটিকে বন্দী করার পর হত্যা করা হয়। | Dopo essere stata liberata nell'area protetta di Salugah & Ghazal diversi giorni fa, Menes ha spiccato il volo verso un'isola del Nilo vicina, dove è stata catturata e uccisa per essere mangiata dagli abitanti locali. |
19 | সেটি স্থানীয় গ্রামবাসীদের দ্বারা খাওয়া হবে। | |
20 | পোস্টটি ব্যাখ্যা করেছেঃ | Il post spiega: |
21 | হাজার হাজার বছর ধরে নুবিয়ান খাদ্যের অংশ হয়ে আছে সারস পাখি। তাই সারস পাখি খাওয়ার ঘটনাটি একেবারে নতুন কিছু নয়। | Le cicogne fanno parte della dieta nubiana da migliaia di anni e quindi mangiarne una non è un fatto eccezionale. |
22 | যাইহোক, মিশর থেকে প্রস্থান পর্যন্ত পাখিটিকে নিরাপদ রাখার জন্য ক্ষণজন্মা মেনেসের মুক্তির সাফল্যের গল্পই যথেষ্ট ছিল না। | Ciò nonostante, la bella e breve storia della liberazione di Menes non è bastata per tenerla al sicuro prima che lasciasse l'Egitto. |
23 | এবং সমস্যাটি আরও বড় - আরও জটিল: | La questione è più vasta e molto complicata: |
24 | অনিয়ন্ত্রিত পাখি শিকাড় মিশরের দীর্ঘদিনের সমস্যা। | L'Egitto è stato afflitto a lungo dalla questione della caccia incontrollata. |
25 | যাইহোক, প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের সাথে স্থানীয় চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ। | Tuttavia, è sempre importante bilanciare le esigenze delle comunità locali e quelle della conservazione della natura e della biodiversità. |
26 | পোস্টটি উপসংহারে বলেছে: | Il post conclude: |
27 | এই অঞ্চলের উন্নতির জন্য এখনও দীর্ঘ পথ পারি দিতে হবে। বিশেষভাবে, পাখি শিকারে এবং পরিযায়ী পাখির ক্ষেত্রে সচেতনতা তৈরিতে। | L'intera regione ha molti obiettivi da raggiungere tra cui quello di una maggiore sensibilizzazione riguardo la caccia e gli uccelli migratori. |