# | ben | ita |
---|
1 | ইরান: ছবিতে সবুজ নিরব বিক্ষোভের প্রচারণা | Iran: le foto delle proteste silenziose del movimento verde |
2 | ইরানের সর্বত্র বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে যেটাতে মাহমুদ আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হয়। | In tutto l'Iran, i manifestanti continuano a protestare contro il risultato delle elezioni presidenziali del 12 giugno [in], che hanno proclamato vincitore Mahmoud Ahmadinejad [it]. |
3 | আহমাদিনেজাদের প্রতিপক্ষ মির হুসেন মুসাভির সমর্থকরা আর অনেক ইরানী যারা ‘পরিবর্তনের' কথা বিশ্বাস করেন, তারা সবুজ রঙ ব্যবহার করে যাচ্ছেন তাদের প্রতিবাদের নিশান হিসাবে। | I sostenitori dello sfidante di Ahmadinejad, Mir Hussein Mousavi [in], e molti altri iraniani che affermano di credere nel “cambiamento” continuano a utilizzare il colore verde come simbolo del movimento. |
4 | মুসাভি আর অন্য প্রধান সংস্কারবাদী প্রার্থী মেহেদি কারাওবি মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শান্ত থেকে শান্তিপূর্নভাবে প্রতিবাদ জানাতে। | Mousavi e Mehdi Karoubi [in], l'altro candidato riformista, chiedono di mantenere la calma e di manifestare pacificamente. |
5 | যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবাদের চিত্র দেখাচ্ছে না, ইরানী নাগরিক মিডিয়া আকর্ষনীয় ছবিতে ভর্তি। | Mentre la televisione di Stato iraniana non trasmette le immagini delle manifestazioni, i citizen media locali pullulano di foto significative. |
6 | হামেদ সাবের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তেহরানের হাফতি তির স্কোয়ারে বুধবারের প্রতিবাদের। | Hamed Saber ha pubblicato [in] molte foto sulla grande dimostrazione tenutasi mercoledì nella piazza Hafte tir, a Tehran. |
7 | এইসব ছবি ইরানের প্রতিবাদের স্বরুপ তুলে ধরে: | Queste foto rivelano la natura del movimento di protesta iraniano: |
8 | সবুজ নিস্তব্ধতা বা নিরব প্রতিবাদ | Silenzio Verde, o Protesta Silenziosa |
9 | বিশ্রামের সময় নেই | Non c'è tempo per riposare |
10 | অভিনবত্ব | Creatività |
11 | বিশাল সমাবেশ | Le grandi masse |
12 | চে এসেছে মুসাভির সাথে দেখা করতে | Il “Che” incontra Mousavi |
13 | কোসুফও তেহরানের মিছিলের ছবি প্রকাশ করেছেন যেখানে মির হুসেন মুসাভি আর মেহেদি কারাউবি উপস্থিত ছিলেন: | Kosoof ha anche pubblicato le foto del corteo di Teheran in cui erano presenti sia Mir Hussein Mousavi che Mehdi karoubi: |
14 | ব্যাপক প্রতিবাদ | Movimento di Massa |
15 | মীর হুসাইন মুসাভি জনগণের মাঝে | Mir Hussein Mousavi tra la gente |
16 | মেহেদী কারাউবি জনগণকে স্বাগত জানাচ্ছেন | La folla saluta Mehdi Karoubi |
17 | বৃহষ্পতিবার মুসাভি একটা বক্তৃতা দেন তেহরানের ইমাম খোমেনি স্কোয়ারে। | Giovedì, Mousavi ha tenuto un discorso [fa] in piazza Imam Khomeni, a Tehran. |
18 | তার স্ত্রী জাহরা রাহনাভার্ড তার সাথে ছিলেন আর নীচের ছবিতে তাকে দেখা যাচ্ছে। | Lo accompagnava la moglie Zahra Rahnavard, che appare nella foto conclusiva. |