Sentence alignment for gv-ben-20110930-20393.xml (html) - gv-ita-20110706-42215.xml (html)

#benita
1জাম্বিয়া: ধর্ম প্রচারের জন্য যাজকরা ফেসবুক ব্যবহার করছেনZambia: usare Facebook per predicare e raggiungere le “anime perdute”?
2“অতএব যাও, সব দেশে অনুসারী তৈরি কর…” বাইবেলের ম্যাট ২৮:১৯ আদেশ দিয়েছে সকলকে তার [জিশুর] কথা প্রচার করতে।“Andate dunque, ammaestrate tutti i popoli…” Mat. 28: 19, così comanda Gesù a tutti coloro che sono chiamati a diffondere il Suo Verbo.
3জাম্বিয়ার ধর্মযাজকরা, যে দেশকে মৃত প্রেসিডেন্ট ফ্রেডারিক চিলুবা ২০ বছর আগে খ্রীস্টান রাষ্ট্র হিসাবে ঘোষনা করেছিলেন, সকল সুযোগ আর ফোরাম ব্যবহার করছেন কথাটা প্রচার করতে।In Zambia, un Paese cristiano da venti anni per volontà dell'ex presidente Frederick Chiluba, i predicatori sfruttano ogni opportunità e, davvero, ogni luogo per diffondere la Parola.
4এখন পর্যন্ত ঈশ্বরের কথা জানাবার সব থেকে অদ্ভুত জায়গা ছিল বাস টার্মিনাল যেখানে যাজকরা অপেক্ষা করেন দূরপাল্লার যাত্রীদের দ্বারা বাস ভরার জন্য আর তারপরে উঠে বসে বানী দেয়া শুরু করেন, আর প্রায়শ: দানও গ্রহন করেন কয়েক কিলোমিটার পরে নেমে যাওয়ার আগে।Fino ad ora, il luogo più originale ed improbabile scelta per trasmettere la Parola di Dio è la stazione capolinea degli autobus locali. I predicatori, prima di salire, attendono che gli autobus a lunga percorrenza si riempino e siano pronti per il viaggio, per poi evangelizzare e raccogliere offerte lungo il percorso prima di scendere.
5প্রথমদিকে বাসে ধর্ম যাজকদের বাণীর ব্যাপারটিকে লোকে স্বাগত জানাত কারন অনেক সড়ক দূর্ঘটনা হতো যেখানে মানুষ মারা যেত বা বিকলাঙ্গ হত।Le preghiere dei predicatori sui pullman erano apprezzate in passato per via degli incidenti stradali in cui molti hanno perso la vita o sono rimasti mutilati.
6যাওয়ার আগে প্রার্থনা টনিক হিসাবে দেখা হত কিন্তু এখন এটা একটা (বিরক্তিকর) প্রথায় পরিণত হয়েছে যা প্রত্যেক দূরপাল্লার বাসে দেখা যাচ্ছে।Una preghiera prima del viaggio era considerata stimolante ma ora è un rito con cui deve essere benedetto quasi ogni viaggio a lunga percorrenza.
7তবে বলাবাহুল্য ধর্মানুসারী দের প্রথামাফিক একত্র হওয়ার জন্যে মাথার ছাদ লাগে এবং বিভিন্ন চার্চ শহর আর নগরে বিশাল সব বাড়ি নির্মান করছে। তবে অনেক চার্চ নিজস্ব বাড়ি তৈরি করতে সমর্থ হয়না, তারা স্কুলের ক্লাসরুম আর কমিউনিটি হল ব্যবহার করেন যার জন্য সামান্য অর্থ দিতে হয়।Certo, il classico luogo di ritrovo è una sistemazione in mattoni e malta dove le chiese hanno costruito palazzi imponenti in città e paesi, mentre quelle che non possono permettersi palazzi propri utilizzano aule di edifici scolastici e sale comunitarie e per usarle pagano delle tasse minime.
8সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুকের আসার সাথে সাথে, কিছু উৎসুক আর উদ্দীপ্ত ধর্মযাজক ‘হারানো আত্মাদের (বিধর্মীদের)‘ কাছে পৌঁছানোর জন্য এই ওয়েবসাইট ব্যবহার করছেন।
9আমার ফেসবুক বন্ধুর মধ্যে দুইজন হচ্ছে ধর্ম যাজক যারা সামাজিক মিডিয়ার সাইটকে ব্যবহার করেন ধর্ম প্রচারের জন্য।Con l'arrivo del social network Facebook, alcuni pastori innovativi e speaker motivazionali usano il sito web per aiutare le “anime perdute”.
10ফেসবুকের ব্যবহারের ব্যাপারে তাদের মতামত জানার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি।Inclusi due dei miei ‘amici', che ho contattato per scoprire il loro punto di vista sull'utilizzo di Facebook.
11বিশপ স্টিফান সাফোয়ালি বলেছেন তিনি ফেসবুকে এসেছিলেন শুধুমাত্র একজন অনলাইন সদস্যের সাথে ধর্মপ্রচার বিষয়ক আলোচনার জন্য। তিনি পেন্টি কোস্টাল আর চার্চের বিশ্ব কাউন্সিলের সাথে গত ১০ বছর ধরে যুক্ত ছিলেন যেখান থেকে বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুবিধা জানতে পেরেছেন।Il Vescovo Stephen Safwali sostiene di essersi iscritto su Facebook soltanto perché era stato coinvolto in una riunione tra alcuni membri dei Pentecostali e del Consiglio Ecumenico delle Chiese negli ultimi 10 anni, e da cui ha potuto constatare i benefici di raggiungere un pubblico più vasto.
12যদিও তিনি টুইটারে আছেন, কিন্তু সেটা খুব বেশী ব্যবহার করেন না।Safwali ha anche un account Twitter, ma non lo usa molto.
13বিশপ সাফোয়ালি স্বীকার করেছেন যে তিনি অনেক সাড়া পান ফেসবুকে তার পোস্টগুলোতে।Ammette però di ricevere molte risposte ai suoi post. Vescovo Steve Safwa con la moglie.
14স্ত্রীর সাথে বিশপ স্টিভ সাফওয়ালি, ছবি তার ফেসবুক পাতা থেকেFonte: pagina Facebook del Vescovo Safwa.
15প্রশাসনিক খরচ যেমন ইন্টারনেট সার্ভিস চালানোর জন্য আর্থিক সাহায্যের ব্যাপারে বিশপ সাফোয়ালি না বলেছেন কিন্তু মনে করেন যে ‘অবশ্যই সামাজিক মিডিয়া বিশ্ব ধর্ম প্রচারের জন্য অর্থ তুলতে সাহায্য করতে পারে'।Alla domanda relativa ai sussidi necessari per pagare costi amministrativi come i servizi di Internet, il Vescovo Safwali replica di non ricevere alcuna sovvenzione, tuttavia pensa che “sicuramente i social media possono essere d'aiuto nel raccogliere fondi per l'evangelizzazione mondiale”.
16বিশপ সাফোয়ালি তার স্নাতকপূর্ব পড়াশোনা পেন্সিলভেনিয়ার ভ্যালী ফোর্জ খ্রিশ্চিয়ান কলেজ থেকে করেছেন আর স্নাতক পড়াশোনা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলার থিওলজিকাল সেমিনারি থেকে।Il Vescovo ha condotto i suoi studi pre-universitari al Valley Forge Christian College in Pensilvania, mentre quelli universitari al Fuller Theological Seminary, in California. Nel post pubblicato sulla sua bachecam, si legge fra l'altro:
17নীচে বিশপ সেফোয়ালির ফেসবুক দেয়ালের একটি উল্লেখযোগ্য পোস্ট দেয়া হল:La Chiesa è quel luogo in cui non dovrebbero mai mancare le buone novelle!
18চার্চ এমন একটা স্থান যেটা কখনো ভালো খবরের ঘাটতি হওয়া উচিত না!È pieno di promesse e del loro adempimento!
19এটা প্রতিজ্ঞা আর এই ধরনের প্রতিজ্ঞার পূরন হওয়াতে পূর্ণ!È sempre pieno di speranza, certezze, risposte, incoraggiamenti, guarigioni, liberazioni, provvidenze.
20এটা সব সময় আশা, আশ্বস্ত করা, উত্তর, উৎসাহ দান, সারিয়ে তোলা, মুক্তি দান, সরবরাহ ইত্যাদিতে পূর্ণ।Andate in Chiesa e vivete l'attenzione e l'amore di Dio oggi!
21আজকেই চার্চে গিয়ে ঈশ্বরের ভালোবাসার অনুভূতি পান! বিশপ সাফোয়ালি (লেখার সময়ে তার ২৩১০ জন অনুসারী ছিল) ফেসবুকের মাধ্যমে বিশ্বাসীদের রাতে একটা সভার জন্য আহ্বান জানান:Il Vescovo Safwali che, quando ha scritto quel post aveva 2310 “seguaci”, invita i fedeli ad un incontro notturno su Facebook [en, come gli altri link, tranne ove diversamente segnalato]:
22ঠিক আছে এন্টিওক বাইবেল চার্চ, আবার সময় হয়েছে!Ok Chiesa della Bibbia di Antioche è di nuovo ora!
23সারা রাতের ধর্মীয় ক্রুসেড চালু হয়েছে: শুক্রবার মে ২০, ২০১১ তারিখে!La crociata evangelica di tutta la notte ha inizio venerdì 20 maggio, 2011!
24আসুন তা করি- শক্তি বা ক্ষমতা দিয়ে না, বরং ঈশ্বরের শক্তি দিয়ে!Andiamo - Non con la forza né con il potere, ma con lo Spirito di Dio!
25দেখা হবে!Ci vediamo lì!
26নীচে একজন অনুসারী পল থেম্বোর উত্তর:Ecco la risposta di uno dei suoi seguaci, Paul Tembo:
27বিশপ, জেডএনবিসি ( জাম্বিয়া ন্যাশনাল ব্রোডকাস্টিং কপোরেশন) এর সাথে আপনার সাক্ষাৎকার শক্তিশালী ছিল।Sig. Vescovo, quell'intervista con znbc (Zambia National Broadcasting Corporation) è stata straordinaria.
28খুবই গভীর চিন্তাশীল একটি বিষয়।Un pensiero su cui riflettere.
29ইশ্বর আপনাকে আর্শীবাদ করুন।Che sia benedetto.
30ফেসবুকের বহুল ব্যবহার করে ধর্মীয় প্রচারণা করেন এমন আর একজন হলেন ড: এলিজা মিতি, যিনি দক্ষিণ আফ্রিকাতে থাকা একজন জাম্বিয়ান।Un altro utente convinto sull'utilità di Facebook per evangelizzare e motivare i fedeli è il Dr Elijah Miti, zambiano che vive in Sud-Africa.
31তিনি মূলত: একজন লেখক এবং ফেসবুকে তার ২২৩৫ জন অনুসারী আছে।È anche autore di vari libri e conta 2235 ‘amici'.
32মিতির দেয়ার গতানুগতিক উদ্দীপক পোস্ট এমন হয়ে থাকে:In un suo post volto a motivare i lettori si legge:
33আজকে, উৎসাহ দানের কথা বলেন।Oggi scegli di parlare di incoraggiamento.
34বিজয় আর বিশ্বাসের কথা বলেন।Scegli di parlare di vittoria e di fede.
35মানুষকে যেন এটা না বলে যে তারা কি ভুল করছে, তাদের সকল ভুল না ধরিয়ে দিয়ে, দেখুন তারা কি ঠিক করছেন।Invece di dire alle persone quello che fanno di sbagliato, invece di sottolineare tutte le loro colpe, trova quello che fanno di giusto.
36ভালোর উপরে জোর দিন।Concentrati sul buono che c'è negli altri.
37ড: এলিজা মিতি, ছবি তার ফেসবুক পাতা থেকেDr. Elijah Miti. Fonte: pagina Facebook del Dr. Miti.
38তার বাইবেল সংক্রান্ত পোস্ট এমন হয়ে থাকে:Un post biblico recita così:
39যিনি ঈশ্বরের নাম ধরে ডাকবেন, তিনি বেঁচে যাবেন।Infatti: Chiunque invocherà il nome del Signore sarà salvato.
40যার উপরে তারা বিশ্বাস করেনি তাকে তারা কিভাবে ডাকবে?Ora, come potranno invocarlo senza aver prima creduto in lui?
41আর কি করে তার উপরে বিশ্বাস করবেন যার ব্যাপারে তারা শোনেননি?E come potranno credere, senza averne sentito parlare?
42আর প্রচারক ছাড়া তার সম্পর্কে কি করে শুনবে লোকে?E come potranno sentirne parlare senza uno che lo annunzi?
43আর কি করে তারা প্রচার করবেন যদি তাদেরকে না পাঠানো হয়?E come lo annunzieranno, senza essere prima inviati?
44যেমন লেখা আছে সেই ভাবেও, কি সুন্দর তাদের পা যারা ভালো জিনিষ বয়ে নিয়ে আসেন!Come sta scritto: Quanto son belli i piedi di coloro che recano un lieto annunzio di bene!
45রোমানস ১০:১৩-১৫।Romani 10:13-15.
46আমি ড: মিতিকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছিলাম তার সামাজিক নেটওয়ার্কের সাইট ব্যবহারের ব্যাপারে:Ho inviato al Dr. Miti qualche domanda relativa all'uso dei social network:
47গেরশোম: সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্যবহার করে ধর্মীয় বার্তা দেয়ার জন্য কে আপনাকে উৎসাহিত করেছে?Gershom: Cosa l'ha spinta a fare uso del social network Facebook per inviare messaggi di evangelizzazione/motivazione?
48ড: মিতি: আমি বিশ্বাস করি বিশ্বের কাছে আমাকে পৌঁছাতে হবে জিশুর বানী নিয়ে আর এই নতুন প্রযুক্তি আমাকে সাহায্য করে অনেক মানুষের সাথে মিলিত হতে আর বিশ্বব্যাপী অনেক মানুষকে সাহায্য করতে।Dr. Miti: Credo che il Vangelo di Gesù Cristo debba raggiungere tutto il mondo e questa nuova tecnologia mi aiuta ad incontrare molte persone ed aiuta queste in tutto il mondo.
49আমার এখন ছেলে মেয়ে আছে যারা ফেসবুকে জিশুকে স্বীকার করেছে আমার উৎসাহ দানের ফলে আর অনেকেই আছে যারা প্রার্থনা বা পরামর্শের জন্য যোগাযোগ করে আর ইশ্বর তাদের প্রার্থনার জবাব দিয়েছেন।Ora ho figli e figlie che hanno accettato Gesù su FB [Facebook] attraverso la mia ispirazione e molti altri mi chiedono preghiere e conforto, e Dio ha ascoltato e risposto alle loro preghiere.
50আমাদের মধ্যরাতের প্রার্থনার পরে দীর্ঘদিন বেকার থাকার পরে মানুষকে চাকুরি পেতে আমরা দেখেছি।Abbiamo avuto testimonianze di persone che hanno trovato lavoro dopo molti anni di disoccupazione, dopo le nostre preghiere notturne.
51গেরশোম: আপনি কি অন্যান্য সামজিক নেটওয়ার্কের সাইট যেমন টুইটার ব্যবহার করেন?G.: Usa altri social network, come Twitter?
52ড: মিতি: আমি মাইস্পেস, লিঙ্কডইন আর ব্লগ ব্যবহার করি।Dr. M.: Uso MySpace, LinkedIn e blog.
53গেরশোম: পাঠকের কোন সাড়া কি আপনি পান?G.: Riceve risposte ai suoi messaggi?
54ড: মিতি: প্রতিদিন, অনেক।Dr. M.: Tanti, ogni giorno.
55গেরশোম: কখনো কি ঋণাত্মক সাড়া পান?G.: Riceve mai reazioni negative?
56ড: মিতি: হ্যাঁ , বিশেষ করে যারা এখন জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি।Dr. M.: Sì, specialmente rispetto alle attuali sfide della vita.
57গেরশোম: আপনার ধর্মীয় সমাবেশের উপস্থিতির হার কি ভালো হয়েছে ফেসবুক ব্যবহারের মাধ্যমে?G.: È aumentata la partecipazione nella Sua congregazione, in senso fisico?
58ড: মিতি: হ্যাঁ এবং আর্ন্তজাতিক ভ্রমণ ও আমন্ত্রণের দ্বারও উন্মুক্ত হয়েছে।Dr. M.: Sì, ed ha anche aperto le porte a viaggi e a inviti internazionali.
59গেরশোম: এটা চিন্তা করে যে ইন্টারনেট এবং অন্যান্য জিনিসের জন্য আপনার অর্থের প্রযোজন, আপনি কি আর্থিক সাহায্য পান সামাজিক নেটওয়ার্ক সাইট ব্যবহারের মাধ্যমে?G.: Considerando che ha bisogno di fondi per gestire certi servizi come Internet, riceve dei sussidi per l'utilizzo dei social network?
60ড: মিতি: আমি কখনো কোন দান পাইনি কিন্তু এটা সাহায্য করে আমার বই বিক্রিতে আর স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বক্তৃতা প্রচারের সুযোগ পেতে।Dr. M.: Non ho mai ricevuto donazioni, ma i social network mi aiutano a vendere i miei libri e ad ottenere degli impegni come predicatore sia a livello locale che internazionale.
61গেরশোম: আপনি কি অন্যন্য চার্চকে উৎসাহিত করবেন (ফেসবুক ব্যবহারে)?G.: Incoraggerebbe altre chiese a fare lo stesso?
62ড: মিতি: হ্যাঁ প্রত্যেক চার্চের উচিত তার সদস্যদের জন্য একটা দল তৈরি করতে যেখানে প্রার্থনার আবেদন আর ইশ্বর কি করছেন তার কথা পোস্ট করা যাবে।Dr. M.: Sì, ogni chiesa dovrebbe creare un gruppo per i suoi membri per pubblicare richieste di preghiera e testimonianze sulle opere di Dio.
63ফেসবুক ব্যবহার করে তার বই বিক্রির ক্ষেত্রে নীচের বাণী একেবারে ঠিক:Visto che il Dr. Miti usa Facebook per vendere i suoi libri, spesso tra i suoi post compare il seguente messaggio:
64বই এর ব্যাপারে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, দয়া করে বই এর মোড়কে ক্লিক করুন।Grazie per le vostre domande sui miei libri.
65সেখান থেকে আপনার বই অর্ডার করুন এবং ইবুকটি অতিসত্বর ডাউনলোড করে নিন।Fate clic sul link sotto EVENTI per ordinare la vostra copia e scaricare l'ebook immediatamente su www.elijahmitimotivation.webstarts.com