# | ben | ita |
---|
1 | ইরান: প্রতিবাদের জন্যে শিল্প | Iran: il lato artistico delle proteste |
2 | ইরানে অনুষ্ঠিত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে যখন ব্লগার এবং নাগরিক মিডিয়া ব্যবহারকারী শিল্পীরা তাদের শিল্প কর্ম দিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। | |
3 | নির্বাচনের ফলাফল বাতিলের সপক্ষে বিক্ষোভ যখন তুঙ্গে উঠছে, প্রতিবাদকারীদের উপর সরকারের দমন ও নীপিড়ন বেড়েই চলেছে। | Blogger e artisti online hanno creato disegni e vignette per aggiungere un tocco artistico al crescente movimento di protesta sorto in reazione ai risultati delle elezioni presidenziali del 12 giugno [in]. |
4 | ওদিকে নাগরিক মিডিয়ার কল্যানে বিশ্বের অনেকেই প্রতিবাদের শ্লোগান এবং নীপিড়নের শিকারদের সম্পর্কে জানতে পারছেন। | Insieme alle proteste che chiedono l'annullamento del voto, continua la repressione del governo contro i cittadini che manifestano. |
5 | ব্লগার, ডিজাইনার এবং কার্টুনিষ্ট লেগো ফিস এটি প্রকাশ করেছেন “আমাদের ভোট কোথায়?”: | Intanto, il mondo ha potuto conoscere sia gli slogan che le vittime della protesta grazie ai citizen media. |
6 | ভোট ফর ইরান হচ্ছে নেদারল্যান্ড থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট যা ইরানের নির্বাচন সম্পর্কে নাগরিক মিডিয়া ও বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর সংবাদ তুলে ধরে। | |
7 | এটি প্রকাশ করেছে “ইরানের প্রতিবাদ সমাবেশের উপর নির্যাতন বন্ধ কর”: | Lego Fish, blogger, disegnatore e vignettista, presenta [fa]: |
8 | একজন জনপ্রিয় ব্লগার ও অনলাইন কার্টুনিস্ট নিক আহাং কোশার নেদাকে তুলে ধরেছেন, যে সম্প্রতি একটি প্রতিবাদ সমাবেশে গুলিতে মারা গেছেন। | Vote For Iran, [fa] sito olandese che pubblica notizie sull'Iran provenienti sia dai citizen media che dai media ufficiali, presenta: |
9 | তাকে দেখানো হয় এক দেবদুত হিসেবে যাকে তার হত্যাকারী অঙ্গুলী নির্দেশ করে বলছেন ‘তোমারই দোষ ছিল'। | Nik Ahang Kosar, famoso vignettista e blogger, ha ritratto Neda, la ragazza colpita a morte durante una manifestazione, come un angelo, mentre il suo uccisore nella vignetta dice: ‘È colpa tua!'. |
10 | নীচে ফেসবুকে আসলানের আঁকা নেদার স্মরণে একটি পোস্টার। | Di seguito un'altra creazione dedicata a Neda su FaceBook da Aslan: |
11 | সর্বশেষে নীচে রয়েছে একটি কার্টুনের পোস্টার যা কথিত আছে যে প্রতিবাদ সমাবেশগুলোতে বিতরণ করা হয়েছিল। এটি ফার্সী ভাষায় বলছে “আল্লাহ মহান, মিথ্যা বলা খারাপ, রাইফেল খারাপ এবং বুলেটও খারাপ।” | L'esempio finale qui sotto, è un'immagine che, a quanto si dice, è stata distribuita dai cittadini per le strade dell'Iran e dice “Dio è Grande - Le bugie sono il male, i fucili sono il male, i proiettili sono il male”. |