Sentence alignment for gv-ben-20150504-48495.xml (html) - gv-ita-20150501-95196.xml (html)

#benita
1#নেপালকম্প: ব্যক্তিগত ও জাতীয় শোকের কাহিনী#NepalQuake: la storia personale di una tragedia nazionale
2নেপালের থাপ্রেক গ্রামটি ভূমিকম্পের দ্বারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।Il villaggio di Thaprek in Nepal è stato completamente distrutto dal terremoto.
3ছবি: মাধব অধিকারী। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto di Madhav Adhikari, usata con permesso.
4২৫শে এপ্রিল ২০১৫ নেপালে আঘাত হানা ভূমিকম্পের ভয়াবহতায় মৃত্যের সংখ্যা ইতোমধ্যে ৫,০০০ ছাড়িয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে যে এই সংখ্যা বেড়ে ১০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে।Il bilancio delle vittime del terribile terremoto che ha colpito il Nepal il 25 aprile 2015 [it] ha già superato le 5,000 persone [en, come gli altri link eccetto ove diversamente indicato], e si stima che potrebbe raggiungere le 10,000.
5৮,০০০ এর বেশী লোক আহত হয়েছে।I feriti sono più di 8,000.
6এই ভূমিকম্পের ফলে ক্ষতির পরিমাণ এবং এর পরোক্ষ-কম্পনের সংখ্যা বিশাল।L'entità dei danni causati dal terremoto e dalla sua scossa di assestamento è enorme.
7পুনর্নির্মাণ করতে কোটি কোটি টাকা খরচ হবে।Ci vorranno miliardi per ricostruire tutto.
8জাতিসংঘের অনুমান অনুসারে ৮০ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ১৪ লক্ষ লোকের খাদ্য সহায়তা প্রয়োজন।Secondo l'ONU, 8 milioni di persone sono state colpite e 1,4 milioni di persone hanno bisogno di cibo.
9প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোই একটি বিশেষ চ্যালেঞ্জের ব্যাপার।Ma raggiungere le zone remote rappresenta una sfida molto ardua.
10আমি যুক্তরাজ্যে বাস করি কিন্তু আমার জন্ম হয়েছিল কাঠমুন্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নুয়াকোট জেলার থাপ্রেক গ্রামে।Io vivo nel Regno Unito, ma sono nato a Thaprek (villaggio-comunità di sviluppo) nel distretto di Nuwakot [it], a circa 100 km a nord-ovest di Kathmandu.
11নুয়াকোট জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছেই অবস্থিত।Il distretto di Nuwakot è molto vicino all'epicentro del terremoto.
12শনিবারের ভয়াবহ ভূমিকম্প আমার বাড়ীসহ সম্পূর্ণ গ্রামটাকে ধূলিস্যাৎ করেছে।Il terribile terremoto di sabato ha distrutto del tutto il mio villaggio, compresa la mia casa.
13প্রকৃতি আমাকে গৃহহারা করেছে।La natura mi ha reso un senzatetto.
14আমি চার জন আত্মীয়কে হারিয়েছি এবং আমার পরিবারের অন্যান্য এক ডজনেরও বেশী সদস্য ও প্রতিবেশী মারাত্মকভাবে আহত হয়েছে।Ho perso quattro parenti e più di dodici altri membri della mia famiglia e dei vicini di casa sono gravemente feriti.
15থাপ্রেকে সরকারের কোন উপস্থিতি দেখা যায় নি, এবং শনিবারের ঘটনার পরে কোন উদ্ধার দলও আসেনি।Non c'è alcuna presenza del governo a Thaprek, e da sabato non è arrivata ancora nessuna squadra di soccorso.
16গ্রামবাসীরা ভয়াবহ অবস্থার মধ্যে আছে।Gli abitanti del villaggio stanno affrontando una situazione orribile.
17ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চিকিৎসার অপেক্ষায় আছে।I feriti sono in attesa di cure.
18শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ঠান্ডা ও বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে।Bambini e anziani stanno soffrendo a causa del freddo e della pioggia.
19সেখানে কোন জল বা খাদ্য নেই।Non c'è cibo nè acqua.
20নেপালে শনিবারের ৭. ৮ মাত্রার ভূমিকম্পের জেলা অনুসারে কম্পনের অনুমেয় প্রবলতাSi stima che l'intensità del sisma per ogni distretto in Nepal sia stata di magnitudo 7.8
21নুয়াকোট, গোরখা, লামজুং এবং ধাদিং জেলা, আর কাঠমুন্ডু উপত্যকার পার্শ্ববর্তী জেলাগুলোই ভূমিকম্পে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।I distretti di Nuwakot [it], Gorkha, Lamjung e Dhading, e quelli intorno alla valle di Kathmandu sono le aree maggiormente colpite dal terremoto.
22আন্তর্জাতিক সম্প্রদায় সন্ধান কাজ ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করতে উদ্ধার দল পাঠাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো যথেষ্ট নয়।La comunità internazionale sta inviando squadre di soccorso per aiutare nei tentativi di ricerca e salvataggio, ma non è abbastanza.
23ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, ক্যানাডা, পোল্যান্ড এবং ইইউ থেকে আসা বিদেশী সাহায্য কর্মীরা কাঠমুন্ডু উপত্যকার মধ্যে উদ্ধার কাজ পরিচালনা করছে, কিন্তু তারা এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে পৌঁছোতে পারে নি।Volontari dall'India, Cina, Regno Unito, Stati uniti, Singapore, Pakistan, Sri-Lanka, Bangladesh, Bhutan, Canada, Polonia e Unione Europea stanno conducendo operazioni di ricerca e salvataggio nella valle di Kathmandu, ma non hanno ancora raggiunto le aree remote dei villaggi.
24ভারতীয় হেলিকপ্টার, ইজরায়েলীয় হাসপাতাল এবং মালয় চিকিৎসা কর্মী: কিভাবে বিশ্ব #নেপালের সাহায্যে এগিয়ে আসছেElicotteri indiani, ospedali israeliani e medici malesi: Il mondo arriva in soccorso del Nepal.
25আমি যখন এই খবরটি শুনলাম, তখন যুক্তরাজ্য থেকে আমি বেশ কয়েকবার আমার পরিবারের সাথে দূরালাপন করার চেষ্টা করলাম।Quando ho letto la notizia, ho provato a chiamare più volte la mia famiglia da qui, dal Regno Unito.
26সংযোগ পাচ্ছিলাম না তাই উদ্বিগ্ন হচ্ছিলাম।Non c'era alcuna linea, il che era preoccupante. Sono entrato nel panico.
27আমি আতঙ্কিত হওয়া শুরু করলাম।Ogni minuto che passava mi sembrava un anno.
28প্রতিটি মিনিট আমার কাছে এক বছরের মতো মনে হতে লাগলো। নেপালের সময় শনিবারে মধ্যরাতের দিকে আমি অবশেষে সংযোগ করতে সমর্থ হলাম।Sono riuscito a mettermi in contatto con la mia famiglia a mezzanotte (orario del Nepal) di sabato, e stavo finalmente per parlare con i miei genitori al telefono e avere delle informazioni.
29আমি আমার বাবাকে বললাম ফোনটা আমার মাকে দেয়ার জন্য, এবং আমি আমার মাকে কিছু বলার আগেই মা আমাকে জিজ্ঞাসা করলো, ‘তুমি কেমন আছো'?Ho chiesto a mio padre di passarmi mia madre al telefono, e prima che potessi parlare lei mi ha chiesto “Come stai?
30আমরা ভাল আছি, কিন্তু আমাদের ঘর, আত্মিয়-স্বজন এবং সম্পূর্ণ গ্রামটাই হারিয়েছি।'Noi stiamo bene qui, ma abbiamo perso la nostra casa, dei parenti e l'intero villaggio.”
31আমি খারাপ সংবাদ শোনার জন্য নিজেকে প্রস্তুত করলাম, কারণ আমি টেলিভিশনে ভূমিকম্পের সংবাদগুলো দেখছিলাম।Mi ero già preparato a ricevere brutte notizie dopo aver guardato i reportage sul terremoto in tv.
32আমি মার সাথে কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণ করে কান্না সামলাতে পারলাম।Sono riuscito a trattenere le lacrime mentre parlavo con mia madre al telefono.
33কিন্তু কথাবার্তা শেষ হয়ে যাবার পর আমি আর অশ্রু ধরে রাখতে পারি নি।Ma quando la conversazione è terminata, non sono più riuscito a trattenerle.
34শনিবারে নেপালে আঘাত হানা ৭.Questa donna stava separando la polvere e piccoli sassolini dai chicchi di riso.
35৮ মাত্রার কম্পনে ঘর ও সাথে তাদের পরিবারের অবশিষ্ট খাদ্যের যোগান ধ্বংস হয়ে যাওয়ায় এই নারীটি ধান থেকে ধুলা আর নুড়ি আলাদা করছে।Il terremoto di magnitudo 7.8 che sabato ha colpito il Nepal ha distrutto la sua casa, così come tutte le scorte di cibo della sua famiglia.
36বুঙ্গামাটি গ্রাম, কাঠমুন্ডু থেকে প্রায় ৮ কিমি দক্ষিণে।Il villaggio è quello di Bungamati, a circa 8 km a sud di Kathmandu.
37ছবি সুমিত শ্রেষ্ঠা।Foto di Sumit Shrestha.
38কপিরাইট ডিমোটিক্স (২৭/৪/২০১৫)Copyright Demotix (27/4/2015)
39আমার পরিবারের সাথে কথা বলার পর আমি নেপালের পুলিশ নিয়ন্ত্রণ কেন্দ্র, এবং নেপালে মার্কিন ও ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্ট করলাম যাতে তারা আমার গ্রামে উদ্ধার কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।Dopo aver parlato con la mia famiglia, ho cercato di contattare la sala operativa della polizia del Nepal e l'ambasciata americana e indiana in Nepal, per mettermi d'accordo con loro e inviare squadre di soccorso nel mio villaggio.
40কিন্তু ফোনের নেটওয়ার্ক ভালভাবে কাজ করছিল না।Ma la linea telefonica non funzionava correttamente.
41রবিবার সকালে আমি আবার ফোন করলাম আমার গ্রামের জন্য সাহায্য পেতে।Domenica mattina ho riprovato a chiamare nella speranza di riuscire a mandare aiuti al mio villaggio.
42আমি টুইটারের মাধ্যমে ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাথে যোগাযোগ করলাম, কিন্তু দূর্ভাগ্যজনক যে তারা শুধু মাত্র কাঠমুন্ডু উপত্যকার পরিস্থিতি নিয়েই ব্যস্ত ছিল এবং আমার গ্রামে কোন উদ্ধার দল পাঠাতে অপারগ ছিল।Ho comunicato con l'ambasciata indiana e americana tramite Twitter, ma sfortunatamente esse erano impegnate solo nella valle di Kathmandu e non potevano mandare squadre di soccorso nel mio villaggio.
43@নেপালেযুক্তরাষ্ট্রেরদূতাবাস নুয়াকোট থাপ্রেক - ৯৮৫১০২৪০১১, ৯৮০১০২৪০১১, উদ্ধার ও সাহায্যের অপেক্ষায় আছি।
44অন্যান্য টুইটার ব্যবহারকারীরাও আমাকে সহায়তা করলো:Nuwakot Thaprek - 9851024011, 9801024011.. Aspettiamo soccorsi e aiuti.
45#নেপালকম্পনত্রাণ@এডিজিপিআই@এমইএনিয়ন্ত্রণকেন্দ্র অনুগ্রহ করে উদ্ধার কাজের অবস্থা জানান?Altri utenti su Twitter mi hanno appoggiato: Come procedono le operazioni di soccorso?
46গোর্খা, সিন্দুপালান, ধাদিং, লামজিং ধ্বংস হয়েছে।I villaggi di Gorkha, Sindupalan, Dhading e Lamjing sono interamente distrutti.
47যেকোন সাহায্যের অপেক্ষায় আছি।Aspettiamo soccorsi.
48এবং অন্যান্যরা তাদের উদ্বিগ্নতা তুলে ধরেছে যে প্রত্যন্ত এলাকার মানুষগুলো উপেক্ষিত হচ্ছে:Altri invece hanno espresso le loro preoccupazioni riguardo agli abitanti delle zone remote affinchè non siano trascurati:
49আমাদের অনেক শঙ্কা বোধ করছে যে পল্লী এলাকায় #নেপালকম্পনের শিকার ব্যক্তিরা উপেক্ষিত হচ্ছে।Molti di noi hanno paura che le vittime del terremoto nei villaggi vengano trascurate.
50আমরা এগুলো হতে দিতে পারি না।Non possiamo permettere che questo succeda.
51এটি নৈতিকভাবে নিন্দনীয়।Sarebbe moralmente abominevole.
52তাদের #নেপালত্রাণ প্রয়োজনHanno bisogno di aiuto.
53#নেপালকম্পনত্রাণ আমাদের ত্রাণ শিবিরের কাছাকাছি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেVillaggi gravemente colpiti e vicini al nostro Campo di Soccorsi.
54কিন্তু এগুলো আমার গ্রামে ত্রাণ বা কোন উদ্ধার কাজের কোন ফলাফল বয়ে আনে নি।Ma ciò non ha aiutato in alcun modo il mio villaggio.
55অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পাওয়া সাড়ার বিষয়ে তাদের সাধুবাদ জানিয়েছে:In molti hanno apprezzato la reazione internazionale:
56ভারতের উড়িশ্যার পুরি সৈকতে #নেপালভূকম্পের উপর একটি চমৎকার বালিকর্ম যেখানে লেখা রয়েছে ‘ক্ষতিগ্রস্তদের সহায্য করতে হাত মিলান'Un bellissimo messaggio realizzato sulla sabbia, “Uniamoci per aiutare le vittime”, sulla spiaggia Puri di Odisha, in India.
57ভূমিকম্পটি লাপ্রাক গ্রামটিকে সম্পূর্ণ ধ্বংস করেছে।Il terremoto ha distrutto completamente il villaggio di Laprak.
58আরও কয়েক হাজারের সঙ্গে আমি আমার জীবন নিয়ে ছুটছি, এমনটি আমি আর করতে চাই নাCorrere per la mia vita insieme ad altre migliaia di persone non è qualcosa che vorrei rifare.
59কিন্তু শনিবার থেকে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা উদ্ধার এবং সন্ধান কাজের জন্য সাহায্য আসার নিষ্ফল অপেক্ষায় থেকেছে।Ma da sabato gli abitanti dei villaggi più remoti stanno aspettando invano che arrivino squadre di soccorso e aiuti.
60যাইহোক, আজকের খবর অনুযায়ী নেপালীয় সেনাবাহিনীকে সাহায্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।Tuttavia, stando alle notizie di oggi, l'esercito del Nepal si sta preparando per raggiungere le zone più remote.