# | ben | ita |
---|
1 | পাকিস্তানঃ মালালা ইউসুফজায়ীকে লক্ষ্য করে ধর্মীয় উগ্রবাদীদের হামলা | Pakistan: ferita attivista per le donne quattordicenne |
2 | নারী শিক্ষা কার্যক্রমের কারণে ধর্মীয় উগ্রবাদীরা ১৪ বছরের মালালা ইউসুফজায়ীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। | Degli estremisti islamici hanno ferito gravemente [en, come tutti gli altri link] un'attivista quattordicenne che si batte per il diritto allo studio delle donne, Malala Yousufzai. |
3 | তালেবানরা, স্কুল থেকে বাসায় ফেরার পথে মালালাকে আটকায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। | Malala è stata fermata da alcuni talebani i quali hanno fatto fuoco su di lei mentre stava ritornando a casa dopo la scuola. |
4 | একটি গুলি মালালার কাঁধ ছিদ্র করে ফেলে, যে আঘাত তাকে জীবনমৃত্যুর মুখে ঠেলে দেয়। | Un proiettile l'ha colpita al collo mettendo seriamente a repentaglio la sua vita. |
5 | প্রচার মাধ্যমের সাম্প্রতিক সংবাদে জানা যাচ্ছে যে মালালার শরীর থেকে সফলভাবে বুলেট অপসারণ করা হয়েছে এবং সে এখন বিপদমুক্ত। | I media riferiscono che il proiettile è stato rimosso con successo e che la ragazza è ora fuori pericolo. |
6 | মালালা ইউসুফজায়ী, পাকিস্তানের সোয়াত উপত্যকার এক বালিকা এবং নারী শিক্ষা বিস্তারে উৎসাহী এক কর্মী। | Malala Yousufzai è una ragazza della provincia di Swat e un'attivista ardente per l'istruzione femminile. |
7 | সে প্রকাশ্যে নারীদের স্কুলে যাবার অধিকারের পক্ষে কথা বলে থাকে। | Parla apertamente del diritto delle ragazze di frequentare la scuola. |
8 | তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সোয়াত উপত্যকার মেয়েদের স্কুলে তালেবানদের হামলার ঘটনায় মালালা জনসম্মুখে তাদের সমালোচনা করেছিল। ইউটিউব. | Per di più ha criticato apertamente i precedenti attacchi dei talebani nelle scuole femminili della provincia di Swat. |
9 | কমের ভিডিও থেকে ছবিটি আলাদা করা হয়েছে। | foto estratta da youtube |
10 | যে সময়টায় উগ্রবাদীরা সোয়াত উপত্যকা নিয়ন্ত্রণ করত, সে সময় জোর করে মেয়েদের স্কুলসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষার উপর কেবল ছেলেদের অধিকার নিশ্চিত করা হয়। | E' apparsa sulla scena globale nel 2009, quando scrisse un diario per la BBC URDU. Il ‘Diario di una studentessa pakistana ‘ è apparso originariamente su BBC URDU con lo pseudonimo anonimo di ‘Gul Makai'. |
11 | সে সময় নারী শিক্ষার প্রতি তালেবানদের সৃষ্ট এই বিপর্যয়ের বিষয়ে যে কলম ধরেছিল, সে আর কেউ নয়, স্বয়ং মালালা নিজে। | La cronistoria racconta delle atrocità commesse dai talebani ai danni delle studentesse della provincia di Swat. |
12 | মালালার ডায়েরি থেকে তার লেখার একটি ছোট্ট অংশ এখানে তুলে ধরা হল : ক্লাশের ২৭ জন ছাত্রীর মধ্যে মাত্র ১১ জন এখন ক্লাশে আসে। | Durante il periodo in cui gli estremisti controllavano Swat gli istituti femminili venivano chiusi con la forza e il diritto all'istruzione era garantito solamente ai ragazzi. |
13 | মেয়েদের স্কুলে আসার উপর তালেবানদের জারি করা নিষেধাজ্ঞার পর থেকে স্কুলে ছাত্রীদের উপস্থিতির হার কমতে শুরু করে। | E' stata Malala a scrivere delle atrocità commesse dai talebani. Ecco un piccolo stralcio del suo diario: |
14 | এই নিষেধাজ্ঞা জারির পর আমার তিন বান্ধবী তাদের পরিবারের সাথে যথাক্রমে পেশোয়ার, লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে চলে গেছে। | A causa della proclamazione dei talebani, il numero di studentesse che frequentavano la classe è sceso da 27 a 11 e tre mie amiche si sono trasferite a Peshawar, Lahore e Rawalpindi. |
15 | কিডস রাইটস ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠান ২০১১ সালে মালালা ইউসুফজায়ীকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। | Malala Yousufzai è stata inoltre candidata a The International Children's Peace Prize, premio assegnato dalla Kids Right Foundation nel 2011. |
16 | যে সমস্ত হাজার হাজার বালিকা শিক্ষা লাভ করতে এবং সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ভূমিকা পালন করতে চায়, মালালা তাদের কণ্ঠস্বর। | Malala è la voce per migliaia di ragazze che vogliono istruirsi, e giocare il loro ruolo nella società. |
17 | নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল তেহরিক-এ তালেবান পাকিস্তান (টিটিপি) সাথে সাথে ঘৃণ্য এই কাজের দায়িত্ব স্বীকার করে নেয়। | Il gruppo terrorista Tehrik e Talebani Pakistan (TTP) ha immediatamente rivendicato la responsabilità di questo terribile attentato. |
18 | এই দলটি বলছে যে মালালা তার কাজের মাধ্যমে সমাজে ভিন্ন চিন্তাধারা প্রবেশ করাচ্ছিল এবং ভবিষ্যতে যারা এই কাজ করার চেষ্টা করবে তারাও টিটিপির লক্ষ্যবস্তুতে পরিণত হবে। | Il gruppo ha dichiarato che il lavoro di Malala operava divulgando moderazione nella società e che ‘chiunque commetterà un atto del genere in futuro sarà nuovamente preso di mira da TTP'. |
19 | তালেবানের মুখপাত্র আরো উল্লেখ করেন যে “ যদি কেউ কখনো ইসলাম এবং শরিয়াহর বিরুদ্ধে কোন ধরনের প্রচারণায় নামে, শরিয়াহ আইনে তাকে খুন করার নির্দেশ দেওয়া হয়েছে। | Il portavoce dei talebani ha affermato inoltre che chiunque condurrà una campagna contro l'Islam o contro Shariah verrà ucciso. “ |
20 | টিটিপি-এর মুখপাত্র এহসানুল্লাহ এহসান এক সাক্ষাৎকারে বলেন: | Il portavoce della TTP, Ehsanullah Ehsan, ha affermato durante un'intervista: |
21 | [মালালা] অত্র এলাকায় পশ্চিমা সংস্কৃতির এক প্রতীকে পরিণত হয়েছে… [এবং এই হামলা যুক্তিযুক্ত] কারণ সে পশতু এলাকায় পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। | [Malala] è diventata un simbolo della cultura occidentale nella zona…[e gli attacchi erano giustificati in quanto] stava promuovendo la cultura occidentale nell'area Pashtun. |
22 | মিনহাজ-উল-কোরান ওমেন লীগ-এর একটিভিস্টরা মালালা ইউসুফজায়ীর ছবি প্রদর্শন করছে এবং তারা এই হামলার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। | Le attiviste dell'Unione delle Donne di Minhaj-ul-Quran espongono foto di Malala Yousaf Zai e celebrano col canto slogan contro l'attacco. Foto di Owais Aslam Ali. |
23 | কপিরাইট ডেমোটিক্সের (১০/৯/২০১২)। | Copyright Demotix (10/9/2012) |
24 | সমাজের সকল স্তর থেকে এই হামলার নিন্দা জানানো হয়েছে। | L'attacco è stato criticato in ogni spettro della società. |
25 | ১৪ বছরের এক নিষ্পাপ চিন্তাধারায় গুলি করার পক্ষে তালেবানদের যে যুক্তি, তার সমর্থনে একটি টুইটও করা হয়নি। | Nessun tweet pubblicato sosteneva la giustificazione dei talebani per aver sparato a una ragazzina innocente di 14 anni. |
26 | টুইটার ব্যবহারকারী তীব্র ভাষায়-এর নিন্দা জানিয়েছে: | Gli utenti di Twitter hanno condannato questo attacco con parole severissime: |
27 | @সাবাহতএমএস:মোল্লাদের ইসলামের কাছে ১১ বছরের রিমশাহ মাসিহ- বিপজ্জনক আর তালেবানদের ইসলামের কাছে ১৪ বছরের মালালা ইউসুফজায়ী হুমকি স্বরূপ!! | @SabahatMS: L'undicenne Rimsha Masih era un pericolo per l'Islam di Mullah & la quattordicenne Malala Yosufzai una minaccia per l'Islam dei Talebani!! |
28 | #ডিসগাস্টিং (বিরক্তিকর) #পাকিস্তান | #Disgustoso#Pakistan |
29 | @এশহএ্যাশ: #তালেবানরা আর কতদূর পর্যন্ত যাবে? | @EeshAsh: Fino a che punto #arriveranno i talebani? |
30 | মালালার জন্য সকল প্রার্থনা। | Tutte le preghiere per #Malala. |
31 | পরম করুণাময় আল্লাহ যেন তাকে দ্রুত সারিয়ে তোলেন। | Allah le concederà la grazia di una veloce guarigione |
32 | মুবাশ্বার শাহ মন্তব্য করেছেন : | Mubashar Shah commenta: |
33 | মালালা ইউসুফজায়ী হচ্ছে পাকিস্তানের এবং একই সাথে বিশ্বের *কন্যা*। | Malala Yousafzai è [la] *figlia* del Pakistan e anche la *figlia* del mondo. |
34 | “ঈশ্বর” তোমায় রক্ষা করুন। | Che *Dio* ti benedica. |
35 | পারভেজ বলছে: | Pervez afferma: |
36 | মালালা ইউসুফজায়ী, এত অল্প বয়স সত্ত্বেও নিঃসন্দেহে ব্যাতিক্রমী এবং সাহসী একজন। | Malala Yousufzai è decisamente una persona eccezionale e coraggiosa malgrado la sua tenera età. |
37 | টিটিপি অভিশপ্ত, কিন্তু টিটিপির পেছনে যারা আছে তারা দ্বিগুণ অভিশপ্ত। | I TTP sono maledetti ma quelli dietro TTP sono doppiamente maledetti. |
38 | অজস্র নেট নাগরিক মালালার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া করছে। | Molti netizen pregano per la guarigione di Malala. |
39 | তারা বুক ভরে শ্বাস নেয় যখন সংবাদ আসে যে মালালা বিপদমুক্ত। | Hanno fatto un respiro profondo quando i media hanno diffuso la notizia che Malala è fuori pericolo. |
40 | ফিরোজ লিখেছে: | Feroz scrive: |
41 | আমি আশা করি মালালা যে অনুপ্রেরণা সৃষ্টি করেছে তা এক প্রভাব তৈরি করবে এবং তরুণ প্রজন্ম নিজেদের মাঝে হাজার হাজার মালালাকে ধারণ করবে। | Spero che il coraggio mostrato da Malala possa avere un grande impatto e che le generazioni più giovani producano anime come Malala nei prossimi millenni. |
42 | যারা পাকিস্তানকে প্রস্তর যুগে নিয়ে যেতে চায়, সম্ভাব্য সকল উপায়ে তাদের প্রতিরোধ করতে হবে। | Coloro che cercano di spingere il Pakistan nell'età della pietra devono essere respinti in ogni modo possibile. |
43 | মালালা, সমগ্র বিশ্ব তোমার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছে। | Malala, il mondo intero sta pregando per la tua pronta guarigione. |
44 | পাকিস্তানে নারী শিক্ষার হার অনেক নীচে অবস্থান করছে, যার পরিমাণ শতকরা ৪৫ শতাংশ (২০০৯ সালের হিসেব অনুসারে)। | In Pakistan il tasso di alfabetizzazione delle donne è meno del 45% (2009). |
45 | নারী শিক্ষার বিরুদ্ধে সন্ত্রাসীদের এই হুমকি এই হারকে আরো নীচে নামিয়ে দেবে। | La minaccia del terrorismo contro l'istruzione delle donne continuerà a far diminuire questo numero. |
46 | এ্যাডাম বি এলিক স্মরণ করছেন মালালা ইউসুফজায়ীর সাথে কাটানো সময়ের কথা। | Adam B. Ellick ricorda il tempo trascorso con Malala Yousufzai. |
47 | এ্যাডামকে, মালালা তার ধ্বংস হয়ে যাওয়া স্কুলে নিয়ে গিয়েছিল, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। | Malala lo ha condotto nella sua scuola diroccata, che è stata ridotta in macerie. |
48 | সেই স্কুলের দেওয়ালে লেখা ছিলঃ “এই হচ্ছে পাকিস্তান”। | Sul muro della sua scuola c'è scritto: ‘Questo è il Pakistan'. |
49 | এটি দেখার সাথে সাথে মালালা উত্তর করল: | Avendo visto questo, Malala ha affermato all'improvviso: |
50 | “দেখ! | “Guarda! |
51 | এই হচ্ছে পাকিস্তান। | Questo è il Pakistan. |
52 | তালেবানরা আমাদের ধ্বংস করছে”। | I talebani ci stanno distruggendo.” |