# | ben | ita |
---|
1 | সৌদি আরব: ব্লগ করতে গেলে লাইসেন্স লাগবে! | Arabia Saudita: niente licenza, niente blog? |
2 | সৌদি সংস্কৃতি আর তথ্য মন্ত্রণালয়ের সবর্শেষ ঘোষণা যা এর মুখপাত্র আব্দুল আম্মান আল হাজ্জা করেছেন তা সামাজিক মিডিয়া ওয়েবসাইট আর ব্লগে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। | L'ultima dichiarazione [ar, come tutti i link tranne ove diversamente specificato] di Abdulrahman Al Hazzaa, portavoce del Ministro saudita della Cultura e dell'Informazione [en] ha scatenato una tempesta di reazioni tra i blogger e i siti web di informazione. |
3 | সেই ঘোষণায় ছিল যে সমস্ত সৌদি আরব ওয়েব প্রকাশক আর অনলাইন মিডিয়া, ব্লগ আর ফোরামসহ, সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হতে হবে। | [Il portavoce ha] reso pubblica la nuova disposizione legislativa per cui tutti i gestori sauditi di siti web e di media online, compresi blog e forum, dovranno essere registrati presso le autorità (…). |
4 | সৌদি আর বিদেশী উভয়েই এই নতুন আইনের প্রতিবাদ করেছেন। টুইটারে প্রতিবাদ করা হয়েছে #হাজা৩ হ্যাশট্যাগ ব্যবহার করে- যেটা মন্ত্রণালয়ের এই কর্মকর্তার পারিবারিক নাম। | I cittadini sauditi e quelli di altre nazionalità hanno protestato contro la nuova normativa: su Twitter la protesta è identificata dall'hashtag #haza3 - che si riferisce al cognome [del portavoce]. |
5 | নীচে কিছু প্রতিক্রিয়া দেয়া হলো: | Ecco di seguito alcune reazioni. |
6 | জন বারগ্রেস তার ক্রসরোডস আরাবিয়া ব্লগে এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণের লক্ষ্যে হয়েছে বলে মনে করেন: | Nel suo blog Crossroads Arabia [en] John Burgess la definisce una decisione dispotica, e afferma: |
7 | এক সময়ে সৌদি সংস্কৃতি আর তথ্য মন্ত্রণালয় মানুষ কি বলে আর শোনে সেটা নিয়ন্ত্রণ করতে পারতো। | Tempo fa il Ministro della Cultura e dell'Informazione poteva controllare ciò che le persone dicevano e ascoltavano dai media. |
8 | তারা আসলে সব কিছুর মালিক ছিল, হয়ত তা সত্যিকারের মালিক না হলেও শক্ত হাতে নিয়ন্ত্রণ করে। | In sostanza poteva gestire [ogni informazione], magari non direttamente, ma mediante uno stretto monitoraggio. |
9 | নতুন মিডিয়া এই ধরনের নিয়ন্ত্রণকে অসম্ভব করে তুলেছে, আর এতে অনেকে হতাশ হচ্ছেন। | Per la delusione di molti, alcuni media nati successivamente hanno reso tali controlli impossibili. |
10 | এক টুইটার বার্তায় আই এম সুস তার ব্লগের জন্য দু:খ প্রকাশ করেছেন: | Da Twitter l'utente iamsoos si dice rammaricato per quanto accadrà al suo blog: |
11 | আমার প্রিয় ব্লগ, আমি তোমাকে আমার সমবেদনা জানাই। | Caro blog, ti mando le mie condoglianze. |
12 | তোমার লাইসেন্স নেই! | Non hai la licenza! |
13 | অন্যরা পুরো ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করতে চেয়েছেন। কাব্দু বলেছেন: | Altri affrontano la questione con sarcasmo. kabdu si esprime così: |
14 | আমি আমার নিজের ওয়েবব্লগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, কোন অফিসিয়াল ফর্ম আমাকে পুরণ করতে হবে? | Ho deciso di dar vita al mio Netblog, quali sono i moduli ufficiali che devo compilare? |
15 | ওদিকে ফুয়াদ আল ফারহান যোগ করেছেন: | e Fouad Alfarhan aggiunge: |
16 | যারা তথ্য মন্ত্রণালয়ে তাদের ব্লগ আর তথ্য নিবন্ধিত করেন, পানি মন্ত্রণালয়ে তাদের গোসলের সময়ের রিপোর্ট পাঠানো উচিত তাদের। | Coloro che scelgono di registrare il loro blog e [i loro siti di] informazione al Ministro dell'Informazione dovrebbero anche notificare al Ministero dell'Acqua quante docce fanno [al giorno]. |
17 | আর আব্দুল আজিজ ফাগি নতুন একটা আইনের প্রস্তাব করেছেন: | e Abdulaziz Fagih propone una nuova legge: |
18 | আমরা চাই সরকার ভবিষ্যৎের একটি পরিকল্পনা জারি করুক যে টয়লেটে তখনি যাওয়া যাবে যখন অফিসিয়াল বা রাজকীয় নির্দেশ পাওয়া যাবে। | Vogliamo che il Governo cominci a pensare a un sistema che consenta di andare in bagno solo a chi ha ottenuto i permessi reali o delle autorità.. |
19 | এছাড়া এই ঘোষণা অনেক ব্লগারকে উদ্বিগ্ন করেছে। | Inoltre, l'annuncio della nuova legge ha sconvolto molti altri blogger. |
20 | সৌদি উইমেন ব্লগ সাউদি নাগরিকদের বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছে: | Nel suo blog Saudi Women [en] si interroga sulla libertà di parola dei sauditi: |
21 | আমাদের স্বাধীনতা কি যথেষ্ট ছেটে ফেলা হয়নি? | Le nostre libertà non sono già abbastanza limitate? |
22 | আমার গার্ডিয়ানদের কাছ থেকে আমাকে কি লিখিত অনুমতি নিতে হবে এই ব্লগ করার জন্য? | Dovrò chiedere il permesso al mio tutore per tenere in vita il mio blog? |
23 | কাজের স্থান থেকেও কি আমার কাগজ দরকার? | Ho bisogno anche di un nulla osta dall'ufficio? |
24 | সব কিছু কি মন্ত্রণালয় থেকে আমাকে করাতে হবে পোস্ট করার আগে? | Devo inoltrare tutto al Ministro prima di fare un post? |
25 | কেমন হয় যদি ব্লগিং না করে, ব্লগাররা একই জিনিষ লাগাতার টুইট আর ফেসবুকে লিখবে, এই ব্যাপারে তারা কি করবেন? | Che cosa succederebbe se invece di pubblicare post sul blog, i blogger scrivessero le stesse cose su Twitter o su Facebook? Che potrebbero fare? |
26 | আমাদের কি ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টও নিবন্ধন করতে হবে? | E' prevista una registrazione anche per i nostri account Twitter e Facebook? |
27 | একইভাবে সুলতান আলজুমাইরি তার অসুবিধার কথা খুব ক্ষুব্ধ একটা ব্লগ পোস্টে জানিয়েছেন: | Anche Sultan Aljumairy esprime il proprio fastidio per la questione in un post decisamente contrariato: |
28 | ইতিহাসের কোন স্তরে তারা আমাদের ফিরিয়ে নিতে চাচ্ছে? | A che punto della storia vogliono ritornare? |
29 | এখন নিজেদের প্রকাশ করাও খুব বেশী হয়ে যাচ্ছে। | Anche la libera espressione è diventato troppo[, per noi]…. |
30 | বিপুল প্রতিক্রিয়ার কারনে, পরের দিন আল-হাজ্জা অস্বীকার করেছেন যে কোন ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই ব্লগার আর ফোরামের মালিকদের। তিনি আরো জানিয়েছেন যে নতুন আইন কেবলমাত্র ইলেক্ট্রনিক সংবাদপত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে। | Come risultato dell'enorme ondata di reazioni, il giorno dopo l'annuncio della legge Al-Hazzaa ha negato [en] che sarà necessaria l'autorizzazione per possedere un blog o un forum, aggiungendo anche che la nuova disciplina legislativa sarà applicabile soltanto alle riviste online. |
31 | মন্ত্রণালয় দাবি করেছে যে মুখপাত্র আল হাজ্জার কথা ভুল বোঝা হয়েছে। | Il Ministro ha lamentato [en] che il portavoce Al Hazzaa è stato frainteso. |
32 | সংবাদ মাধ্যমে এই অস্বীকৃতি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আর কর্মকর্তাদের উপরে এর কার্যকারিতা নিয়ে কথা উঠেছে। | La smentita del portavoce ha fatto eplodere diverse reazioni su nuovi media, e ha mostrato i suoi effetti sui media elettronici ufficiali. |
33 | ফাওয়াজ সাদ বলেছেন যে কিভাবে টুইটার শক্তিশালী কোন হাতিয়ার না: | Fawaz Saad ritiene che Twitter sia oggi uno strumento potente: |
34 | দ্রুত বেরিয়ে যান! | Veloce smentita! |
35 | টুইটার ভীতিকর | Twitter fa paura |
36 | কেউ কেউ ভেবেছেন এই অস্বীকৃতি কেন বিদেশী প্রেস থেকে এসেছে। | Mentre alcuni si sono chiesti perchè la smentita fosse venuta dalla stampa estera: |
37 | সামার আল মুসা বলেছেন: | Samar Almoossa afferma: |
38 | আমি অবাক হয়েছি যে অস্বীকৃতি এফপি থেকে এসেছে,আমাদের কি স্থানীয় সংবাদ সংস্থা নেই? | Sono rimasto sorpreso che la smentita sia arrivata tramite AFP, forse non abbiamo agenzie giornalistiche nostre? |
39 | নাকি এটা কোন আর্ন্তজাতিক বার্তা যার সাথে নাগরিকদের কিছু করার নেই? | O si tratta di un avvertimento internazionale, che non riguarda noi cittadini [sauditi]? |
40 | পরিশেষে, আলফারহার ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্য একটা ফাঁক খুঁজে পেয়েছেনঃ | Infine, Alfarhan propone una scappatoia per i giornali elettronici: |
41 | আমি যদি কোন ইলেক্ট্রনিক সংবাদপত্রের মালিক হতাম আমি এটাকে গ্রুপ ব্লগ হিসাবে পরিচিত করাতাম পারমিট অ্যাপ্লিকেশন এড়িয়ে যাবার জন্য। | Fossi stato proprietario di un giornale elettronico, lo avrei presentato come un blog, in modo da sfuggire all'applicazione della legge [ Traduzione italiana a cura di Gianluca Pizzigallo ] |