Sentence alignment for gv-ben-20111011-20662.xml (html) - gv-ita-20111014-46913.xml (html)

#benita
1বাহরাইনঃ গুলিতে কিশোর বিক্ষোভকারী নিহতBahrain: manifestante adolescente colpito a morte
2এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। বাহরাইনে তখন আবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে যখন একদল ক্ষুব্ধ এবং শোকার্ত নাগরিক ১৬ বছর বয়স্ক আহমেদ আল কাত্তানকে দাফন করে।Nuove proteste sono esplose in Bahrain la settimana scorsa, quando centinaia di cittadini infuriati e vestiti a lutto hanno sepolto il cadavere del sedicenne Ahmed Al-Qattan, ucciso da “pallottole vaganti” secondo quanto dichiarato dal Ministero degli Affari Interni, il quale ha fama di aver più volte mentito in merito alle cause della morte di manifestanti [en, come gli altri link, eccetto ove diversamente indicato]:
3স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় সে একটি শর্টগানের গুলিতে মারা গেছে।@moi_bahrain: la relazione prodotta dal medico legale della pubblica accusa attribuisce la morte di Ahmed Jaber a ferite da arma da fuoco.
4স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব কম সময় বিক্ষোভকারীদের সম্বন্ধে সত্য কথা বলে থাকে:@moi_bahrain: il Ministero dell'Interno ha aperto indagini immediate in merito alla morte di Ahmed Jaber.
5@মোই_বাহরাইন: সরকারি আইনজীবীর দপ্তর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে আহমেদ জাবের একটি বন্দুকের গুলিতে আহত হয়ে মৃত্যু বরণ করেছে। @মোই_বাহরাইন: আহমেদ জাবেরের মৃত্যুর ঘটনায় স্বরাস্ট্র মন্ত্রণালয় দ্রুত এক তদন্তের নির্দেশ দেয়।Al contrario, secondo quanto dichiarato dalla Bahrein News Agency [agenzia di stampa ufficiale, fondata per volere dei Ministri dell'informazione dei Paesi del Gulf Cooperation's Council], già nota per aver falsificato numerose notizie durante l'insurrezione del febbraio 2011, la morte del sedicenne sarebbe da attribuire ad altre cause:
6এর বিপরীতে, ২০১১ এর ফ্রেব্রুয়ারি গণজাগরণের ঘটনায় অজস্র সাজানো সংবাদ প্রকাশ করেছে যে পত্রিকা, সেই বাহরাইন নিউজ এজেন্সি এই কিশোরের মৃত্যুর ঘটনার ভিন্ন কারণ বর্ণনা করেছে:
7@বিএনএ_ইএন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আহমেদ আল যাবের মারা গেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েhttp://tinyurl.com/3cxrub4@bna_en: Ministro dell'Interno: Ahmed al-Jaber è deceduto in seguito a un arresto cardiaco http://tinyurl.com/3cxrub4
8বৃটিশ ব্লগার মার্ক ওয়েন জোনস (@মার্কওয়েনজোনস) আল কাত্তানীর মৃত্যুর বিষয়ে বাহরাইনি প্রচার মাধ্যমের সংবাদের ব্যাপারে টুইট করেছে:Il blogger inglese Marc Owen Jones (@marcowenjones) ha commentato l'accaduto su Twitter, lamentando la scarsa attenzione prestata dai media alla morte di Al-Qattan:
9@মার্কওয়েনজোনস:বাহরাইনের কোন ইংরেজী দৈনিক আহমেদ জাবের আল কাত্তানির মৃত্যুর ব্যাপারে কোন সংবাদ প্রকাশ করেনি, যদিও স্টিভ জবসের মৃত্যুর ব্যাপারে দুই পৃষ্টার সংবাদ ফিচার ছাপা হয়েছে।@marcowenjones: nessuna tra le testate che pubblicano in Bahrain in lingua inglese ha menzionato la morte di Ahmed Jaber al-Qattan, mentre tutti i giornali hanno dedicato almeno due pagine ad articoli in memoria di Steve Jobs.
10বিরোধী আল ওয়েফাক দলের আলি সালমান (@ওয়ফাকজিএস) [আরবী ভাষায়] আল কাত্তানির মৃত্যুতে শোক প্রকাশ করছে, সে বলছে:Ali Salman, segretario generale del partito di opposizione al-Wefaq(@WefaqGS) [ar], ha pianto la morte di al-Qattan affermando [ar]:
11@ওয়ফাকজিএস: বাহরাইনের জনতা আহমেদ আল কাত্তানিকে উপহার দিল। স্বাধীনতা এবং গণতন্ত্রের পথে আরেক শহীদ।@WefaqGS: il popolo del Bahrain ne è testimone, Ahmed al-Qattan è un martire morto sul sentiero della libertà e della democrazia.
12আমরা করুণাময়ের কাছে প্রার্থনা করছি যেন তিনি এই আত্মত্যাগ গ্রহণ করেন।Che l'Onnipotente accolga il suo sacrificio.
13বাহরাইনের সবচেয়ে সক্রিয় টুইটার ব্যবহারকারী মোহাম্মদ আসোর (@মোহাম্মদআসোর) এই বিষয়ে মন্তব্য করে টুইট করেছেন :Uno dei tweep più attivi in Bahrain, Mohammed Ashour(@MohmdAshoor), ha commentato su Twitter:
14@মোহাম্মদআসোর: আহমেদ শামস ১৫ বছর, মোহাম্মদ ফারহান ৬ বছর, আল আল সেইখ ১৪ বছর, কাল আল কাত্তানি ১৬ বছর, এরা সব বাহরাইনের শিশু শহীদ।@MohmdAshoor: Ahmed Shams 15 anni… Moh'd Farhan 6 anni… Ali AlShaikh 14 anni.. Ahmed Al Qattan 16 anni…i martiri bambini del Bahrain.
15রুলা আল সাফফার (@আলসাফারুলা) সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স-এর নার্সদের প্রধান, তাকে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা করার দায়ে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি এই কিশোর শহীদদের ব্যাপারে টুইট করেছেন, তিনি বলেছেন :Rula Al-Saffar (@alsaffarrula), caposala del reparto di infermeria del Salmaniya Medical Complex, recentemente condannata [it] a 15 anni di prigione per aver prestato soccorso ad alcuni manifestanti, ha commentato la morte del del martire adolescente affermando:
16@আলসাফারুলা: যদি আমাদের সরকারী হাসপাতালগুলো নিরাপদ হত এবং সেখানে আসল ওষুধ পাওয়া যেত তাহলে হয়ত আহমেদকে বাঁচানো যেত!@alsaffarrula: se il nostro ospedale pubblico fosse un posto sicuro e se vi lavorassero ancora i suoi medici! Ahmed sarebbe stato salvato!
17আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে!Il mio cuore è straziato!
18বাহরাইন-এর টুইটার ব্যবহারকারী (@বোমুহসিন), আহমেদের মৃত্যু সনদপত্রের কপি টুইট করেছে যেখানে বন্দুকের গুলিতে সৃষ্ট আঘাতকে তার মৃত্যুর কারণ হিসেব উল্লেখ করা হয়েছে:Un tweep del Bahrain (@BuMuhsin) ha condiviso su Twitter una copia del certificato di morte di Ahmed, nella quale si dichiara il decesso del'adolescente per ferite da arma da fuoco:
19আহমেদ আল কাত্তানির মৃত্যুর সনদপত্রCertificato di morte di Ahmed Al-Qattan
20এই ভিডিওতে [সতর্কতা: গ্রাফিক্স বা পীড়াদায়ক ভিডিও], যে সব বিক্ষোভকারীরা শেষ মুহুর্তে আহমেদের সাথে ছিল তাদের দেখা যাচ্ছে।In questo video [attenzione: il video contiene immagini impressionanti], i manifestanti che erano con Ahmed hanno filmato i suoi ultimi istanti di vita.
21এতে দেখা যাচ্ছে একদল তরুণ ব্যক্তি একটা দেহের চারপাশ ঘিরে আছে। তারা সেই ব্যক্তির পালস এবং উক্ত দেহে জীবন আছে কিনা তা পরীক্ষা করে দেখছে।Il video mostra un gruppo di giovani manifestanti i quali, radunati in una casa intorno al corpo di Ahmed, controllavano il battito cardiaco o la presenza di altri segnali di vita in attesa dell'arrivo dei soccorsi.
22চিকিত্সা বিষয়ক সাহায্য আসার আগে একটা বাসায় তারা এই কর্মকাণ্ড গুলো করছিল।Attualmente in Bahrain, i manifestanti feriti dalla polizia non si recano all'ospedale per paura di essere arrestati.
23এই মুহুর্তে বাহরাইনে পুলিশের গুলিতে আহত নাগরিকরা চিকিৎসার জন্য হাসপাতলে যেতে ভয় পায় কারণ তাদের আশঙ্কা থাকে যে সেখানে গেলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারে।
24বাহরাইনের সাংবাদিক আব্বাস বু সাফাওয়ান টুইট করেছেন:Il giornalista del Bahrain Abbas Bu Safwan ha così commentato su Twitter:
25@আব্বাসবুসাফওয়ান:সকলের জানা উচিত যে বাহরাইনে আহত বিক্ষোভকারী যদি চিকিৎসার জন্য হাসপাতালে যায়, তাহলে সেখানে তাদের গ্রেফতার করার শঙ্কা থেকে যায়।@abbasbusafwan: tutti devono sapere che in #Bahrein i manifestanti che restano feriti rifiutano di ricevere cure mediche in ospedale per paura di essere perseguiti penalmente #UN #USA #EU #UK #ARABSPRING
26#ইউএসএ #ইইউ# ইউকে#আরবস্প্রিং নিঃসন্দেহে, আল কাত্তানকে স্বাভাবিক ভাবে দাফন করা হয়নি।Ovviamente, la morte di al-Qattan non è stata celebrata con un semplice funerale.
27বাহরাইনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাহরাইনি তার দাফন অনুষ্ঠানে যোগ দেয়।Migliaia di cittadini, provenienti da differenti regioni del Bahrain, si sono riuniti per la commemorazione funebre, la quale è stata seguita da scontri tra i manifestanti e la polizia antisommossa.
28যার ফলে সে অনুষ্ঠানে পুলিশের সাথে তাদের সংঘর্ষের বেঁধে যায়।@jihankazerooni: Migliaia di cittadini del Bahrain hanno partecipato al funerale del martire sedicenne Ahmed al-Qattan.
29@জিহানকাজরোমী: আহমেদ আল কাত্তানি নামক ১৬ বছরের শহীদের মৃত্যুতে হাজার হাজার বাহরাইনি নাগরিক যোগ দেয়।Un altro cittadino del Bahrain (@loveforbahrain) ha condiviso un video in cui un'auto della polizia antisommossa cerca di investire i partecipanti alla marcia funebre:
30আরেকজন বাহরাইনি (@লাভফরবাহরাইন) একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে দাঙ্গা পুলিশের এক গাড়ী বিক্ষোভে অংশ নিতে শোভাযাত্রা কারীদের দিকে ধেয়ে যাবার চেষ্টা করছে। :
31@লাভফরবাহরাইন: পুলিশ শহীদ আহমেদ কাত্তানির দাফন অনুষ্ঠানে আসা শোভাযাত্রা কারীদের দিকে ধেয়ে যাবার চেষ্টা করেছে@loveforbahrain: la polizia cerca di investire i partecipanti alla marcia funebre in onore del del martire Ahmed al-Qattan.
32এখানে আলা কাত্তানির দাফন অনুষ্ঠানের এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে সেটি এক পর্যায়ে বিক্ষোভে পরিণত হয় যেখানে লোকজন শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। :Ecco un altro video in cui si mostra come il funerale di al-Qattan si sia trasformato in una manifestazione di protesta contro il regime:
33সারা সন্ধ্যায় বেশ কয়েক জনের আহত হবার ঘটনা ঘটে।
34এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।In serata, numerosi manifestanti sono rimasti feriti nel corso degli scontri seguiti alla cerimonia funebre.