Sentence alignment for gv-ben-20100608-11170.xml (html) - gv-ita-20100601-20166.xml (html)

#benita
1প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে”Palestina: “Gaza voleva accogliervi come vincitori”
2৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে।Continuano a diffondersi in tutto il Medioriente [it] - e nel resto del mondo - lo shock e l'indignazione alla notizia delle uccisioni a bordo della Freedom Flotilla [en] avvenute lunedì mattina.
3গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে।Ecco alcune reazioni dei blogger palestinesi subito dopo aver appreso dell'attacco [en] israeliano alle navi cariche di aiuti dirette a Gaza.
4গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)La Freedom Flotilla lungo la rotta (foto di FreeGaza, su licenza Creative Commons)
5লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব:Gli studenti autori di Life on Bir Zeit Campus (Birzeit [en] è un università in Cisgiordania) si mostrano impotenti davanti all'intervento [en] di Israele:
6আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না।Quanto commesso nelle prime ore di oggi è incomprensibile.
7এটা বোধহীন একটা কাজ।Non ha nessun senso.
8এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম।È orribile, inutile e brutale.
9[…] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।[…] La sensazione peggiore è quella di sentirsi desolatamente disperati, sapendo di non poter fare nulla, mentre quelle brave persone sulla flottiglia sono state ferite o uccise o hanno dovuto subire momenti di terrore a causa di uno Stato mentalmente disturbato.
10মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।:Mutasharrid è un blogger di Gaza che attualmente studiando in Cisgiordania, e riflette sui passeggeri della flottiglia [ar]:
11বিশ্বের মুক্ত মানুষ।Gente libera da tutto il mondo.
12সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো।Terroristi con un ordine dall'esercito.
13না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি।No, non siete riusciti a rompere l'assedio.
14তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে।I vostri piedi non hanno raggiunto le spiaggie, rese fertili dalle lacrime di Huda [en] e dal sangue delle sue sorelle.
15তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি।Non avete potuto costruire il castello di sabbia della libertà.
16কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম।Ma siete riusciti a rompere - possa la mia anima essere sacrificata per voi - qualcosa di più grande.
17তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ।Avete rotto l'immagine di cristallo di uno Stato costruito sull'imbroglio e la falsità.
18তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক। ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Dal mare avete svelato la maschera, e mostrato gli artigli e le zanne di una flotta di navi che era in pieno allarme per una scatola di medicine e una sedia a rotelle.
19গাজা থেকে ব্লগ করেন ওলা।La Bandiera della Freedom Flotilla
20তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু):Ola, che scrive su From Gaza, aggiunge quanto segue in un post intitolato Pirati del Mediterraneo [ar]:
21যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে…. তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ….Per coloro che pensavano che l'era dei pirati fosse finita… O che rimanesse confinata alla fantasia dei film di Hollywood… Ripensateci!
22গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে…Voi, i martiri della Flotta della Libertà… Gaza voleva accogliervi come vincitori…ma il paradiso vi riceverà come martiri… Le onde del mare e i gabbiani e il tramonto piangono tutti per voi…