# | ben | ita |
---|
1 | বুলগেরিয়ায় নিরপেক্ষ নির্বাচনে ক্রাউডসোর্সিং | Bulgaria: crowdsourcing per la regolarità delle elezioni |
2 | একমাস জুড়ে চলা লাগাতার এক বিক্ষোভের মুখে ২০ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে বুলগেরিয়ায় বয়কো বরিসভ সরকারের পতন ঘটে, আর এখন থেকে মাত্র ৫ দিনের কম সময়ের মধ্যে ১২ মে তারিখে বুলগেরিয়ার জনগণ একটি নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট প্রদান করবে (আর এই বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর একটি বিস্তারিত একটি লেখা এখানে প্রদান করা হয়েছে।)। | Il governo di Boyko Borisov [it] è caduto il 20 febbraio scorso, dopo un mese di incessanti proteste, e oggi, 12 maggio, i cittadini bulgari sono stati chiamati a scegliere un nuovo Parlamento (al riguardo, un articolo dettagliato di GV si trova qui [en]). |
3 | তবে আগামীতে যে সরকার আসছে সে যে নিরপেক্ষভাবে নির্বাচিত এ বিষয়ে সন্দেহ রয়ে যাবে। | Ci sono dubbi, tuttavia, riguardo l'imparzialità del voto odierno. |
4 | নির্বাচনী প্রক্রিয়ায় লঙ্ঘন পর্যবেক্ষণে সাহায্য করার জন্য, বুলগেরিয়ার একটিভিস্টরা বেশ কিছু অনলাইন টুলস তৈরী করেছে। | Gli attivisti bulgari hanno creato diversi strumenti online per aiutare a monitorare le violazioni del processo elettorale. |
5 | টুইটারে, নেট নাগরিকরা #বিগিজবোরি২০১৩,#ইজবোরি ২০১৩ এবং #ইজবোরি (বুলগেরীয় ভাষায় ইজবোরি মানে নির্বাচন), হ্যাশট্যাগের মাধ্যমে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন এবং তাজা সংবাদ প্রদান করতে পারবে। | Su Twitter, i netizen possono segnalare le violazioni e pubblicare gli aggiornamenti usando questi hashtag: #bgizbori2013, #izbori2013, and #izbori (izbori significa ‘elezioni' in Bulgaro). |