Sentence alignment for gv-ben-20110516-17428.xml (html) - gv-ita-20110516-39403.xml (html)

#benita
1স্পেনঃ ভূমিকম্প মুরসিয়াকে কাঁপিয়ে দিয়ে গেছে
2স্পেনের মুরসিয়া এলাকার লোরকা নামক শহরটি ১১ মে তারিখে পর পর দুটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে।
3রিখটার স্কেলে এই দুটি ভূমিকম্প ছিল ৪. ১ এবং ৫.Spagna: testimonianze dirette sul terremoto che ha colpito la regione di Murcia
4১ মাত্রার, এবং এই দুটি ভূমিকম্প এবং তার পরে সংঘটিত কম্পনের কারণে নয়জন নিহত হয়েছে এবং প্রায় ৩০০ জনের মত ব্যক্তি আহত হয়েছে। ভূমিকম্পের শিকার হাজার হাজার মানুষ নতুন এলাকায় আশ্রয়ের স্থানান্তর করতে হচ্ছে এবং আশ্রয়ের অনুসন্ধান করছে।L'11 maggio scorso la città di Lorca, nella regione di Murcia, è stata colpita da due scosse di terremoto, di magnitudo 4.5 e 5.1 [es, come gli altri link eccetto ove diversamente indicato] della scala Richter, con le relative scosse di assestamento, lasciandosi alle spalle finora nove morti e circa 300 feriti.
5লোরকার রাস্তায় ভূমিকম্পের শিকার নাগরিকরা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর।Migliaia di senza tetto hanno dovuto trovare riparo presso i rifugi. Terremotati nelle strade di Lorca.
6সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *Foto di EFE/Juan Francisco Moreno.
7ছবি ইএফই-এর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে।Ripresa da Globovision con licenza Creative Commons
8টুইটারে, সুর্যের শহর (কিউদাদ দেল সোল)- এর প্রতি দ্রুত একাত্মতা প্রদর্শন শুরু হয়।Foto di EFE, ripresa da Globovision con licenza Creative Commons
9#টেরমোটোমোরুচিও এবং #টোডোস্কোনলোরকা হ্যাশট্যাগের অধীনে এই ঘটনা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রদর্শন শুরু হয়।La solidarietà nei confronti della cosiddetta Città del Sole si è subito fatta sentire via Twitter, tramite gli hashtag #terremotomurcia e #todosconlorca, usati per diffondere informazioni e mostrare solidarietà.
10সমর্থকরা মুরসিয়া ভূমিকম্প পিড়ীত ব্যক্তিদের সর্মথনে ফেসবুকে (আপাইয়ো পর এল টেরেমোটে দে মুরসিয়া) [স্প্যানিশ ভাষায়] নামক পাতা খুলেছে।
11সেখানে ইতোমধ্যে হাজার হাজার বার্তা এসেছে এবং মুরসিয়ান ব্লগ তাদের বেদনার কথা জানাচ্ছে। যেমন মারিয়া এন এল আটেলিয়ার নামক ব্লগটি [ স্প্যানিশ ভাষায়]।Su Facebook è stato aperto il profilo Apoggio per il Terremoto di Murcia che conta già migliaia di messaggi, e nei loro blog gli abitanti di Murcia condividono il proprio dramma interiore come Maria nell'Atelier.
12লোরকার ধ্বংসলীলা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর।Rovine dovute terremoto a Lorca, Murcia.
13সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *Foto di EFE/Juan Francisco Moreno, ripresa da Globovision con licenza Creative Commons
14লোরকার অনেক ভবন আংশিক ভাবে ধ্বংস হয়েছে।Crolli parziali in molti edifici di Lorca.
15সিসি লাইসেন্সের অধীনে গ্লোবোভিশন থেকে এই ছবি নেওয়া হয়েছে। *Foto ripresa da Globovision con licenza Creative Commons
16ছবি ইএফই-এর।Foto di EFE.
17সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *Presa da Globovision con licenza Creative Commons
18বিভিন্ন ব্লগ, যেমন স্পেন; দি ব্লগে, ভূমিকম্পের সময় কি ঘটেছে তার হিসাব, পরিসংখ্যান এবং কর্মকর্তাদের প্রতিক্রিয়া রয়েছে, এবং অন্য কিছু ব্লগ যেমন আকি অয়ে টোমাটে-এ, [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার তাজা সংবাদ রয়েছে, এই বিষয়ে এই ব্লগের বিশেষ পাতা রয়েছে।I resoconti su quanto accaduto durante il terremoto, inclusi dati e reazioni ufficiali, non mancano nei vari blog, tra cui Spain: The Blog [en], oltre a una serie di notizie sulla situazione, come fa Aquì hay tomate con un servizio speciale.
19ক্রীড়াবিদ রাউল গুয়েভারা এই শহরে বাস করার প্রেক্ষাপটে সে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার এবং শহরে যা দেখেছে তা বর্ণনা করছে।Lo sportivo Raul Guevara racconta ciò che ha vissuto e visto nella sua città, senza dimenticare la campagna per le prossime elezioni locali:
20সে জানাচ্ছে, আগামী স্থানীয় নির্বাচনের প্রচারণা কথা সে ভুলবে না [স্প্যানিশ ভাষায়]:Quando i partiti politici litigano tra loro per vincere le elezioni e governare il paese, la terra si fa sentire.
21যখন রাজনৈতিক দলগুলো একটা এলাকা শাসন করার জন্য নির্বাচনে জিততে যে ভাবে নিজেদের মধ্যে লড়াই করেছে, তখন পৃথিবী সবার মনোযোগ আকর্ষণ করার জন্য একটা ঝাঁকুনি দিল।
22প্রকৃতি, রাজনীতি বা সেরা হওয়া, কিংবা পরাজয় বোঝে না।La natura non s'intende di politica, di campioni né di vinti.
23একটি ভূমিকম্প মুরসিয়ালোরকাকে কাঁপিয়ে দিয়ে গেছে, ছবি ইএফই/ইজরায়েল সানচেজের।Un terremoto ha squassato Lorca, Murcia. Foto di EFE/Israel Sànchez.
24সিসি লাইসেন্স অনুসারে গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *Presa da Globovision con licenza Creative Commons
25লোরকার বিপর্যয় একমাত্র ঘটনা নয়, যা স্পেনের রাজনৈতিক জীবনের সাথে মিশে যায়।E questo non è l'unico caso che accosta la vita politica spagnola al disastro di Lorca.
26এ্যান্টোনিও জ্যাভিয়ার ভিসেন্টে গিল-এর ব্লগ [স্প্যানিশ ভাষায়] আমাদের যৌথ আবেগের মুক্তির বিষয়টি প্রদর্শন করছে এবং ব্লগটি অত্যন্ত গুরুত্বের সাথে স্পেনের বর্তমান সরকারের রাজনীতির কথা বিবেচনা করছে।Il blog di Antonio Javier Vicente Gil propone una catarsi collettiva e una serie riflessioni sulla politica dell'attuale governo in Spagna.
27আমি আশা করছি যে দেশটি একাত্মতা প্রদর্শন করে, যে দেশটি বিচিত্র কারণে শত শত মিলিয়ন ইউরো পাঠাতে পারে, সে দেশটি নিজেকে সাহায্য এবং বিনির্মাণ করার কাজে ঝাঁপিয়ে পড়বে এবং আমি বোঝাতে চাইছি সেই সরকার এই কাজটি করবে, যে আমাদের শাসন করতে ব্যর্থ। আসুন আমরা দেখি, জেপি (জাপাতারো) সরকার কোথায় গিয়ে তা শেষ করে, সত্যি তা দেখার যোগ্য।Spero soltanto che questo paese solidale, capace di destinare centinaia di milioni di euro alle cause più disparate, si dedichi ad aiutare e ricostruire, e mi sto riferendo al governo che ci governa, vediamo come se la cava ZP, sarà davvero uno spettacolo interessante.
28প্রথম রাত থেকে যারা মাথার উপর ছাদ ছাড়াই বাস করছে, তাদের কাছে দ্রুত সাহায্য পাঠনোর ব্যবস্থা গ্রহনের অভাবের সমালোচনা করা হচ্ছে, যদিও সরকারি প্রচার মাধ্যম এর বিপরীত সংবাদ প্রদান করেছে।Ci sono anche critiche alla mancata tempestività dell'intervento: contrariamente a quanto diffuso dai mezzi d'informazione, non ha offerto aiuto a chi è rimasto senza un tetto la prima notte.
29“কায়োস এন লা রেড” যেমনটা লিখেছে [স্প্যানিশ ভাষায়]:Come scrive Kaos en la Red:
30মাটি কেঁপে উঠেছে।Trema la terra.
31সবচেয়ে দুর্বল এবং পুরোনো বাড়িগুলো ভেঙ্গে পড়েছে।Crollano le case più umili e vecchie.
32আর যারা সবচেয়ে গরিব, তাদের সামান্য যা ছিল, তা তারা হারিয়েছে।
33সবচেয়ে নাজুক, শ্রমিক; যাদের বেশিরভাগই অভিবাসী, বয়স্ক নাগরিক, তরুণদের এক অনিশ্চিত জীবন তাদের রাস্তায় এনে নামিয়েছে।
34* সকল ছবি গ্লোবোভিশিওন-এর ফ্লিকার একাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সিসি লাইসেন্স বাই-এনসি-২.
35০ লাইসেন্সের অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে। EmailE quelle di sotto perdono quel poco che avevano.
36লিখেছেনAna Lucia Sa অনুবাদ করেছেন বিজয়I più vulnerabili, i lavoratori, molti dei quali immigrati, anziani, giovani precari, rimangono per strada.