# | ben | ita |
---|
1 | ২০১৩ সালের সেরা চারটি বাজওয়ার্ড যা জাপানীরা বলেই চলেছে | Giappone: le quattro buzzword del 2013 |
2 | ২০১৩ সালে জাপানে বৈচিত্র্যময় নতুন নতুন বাক্য ও শব্দের আগমন ঘটেছে। | Nel 2013 il Giappone ha collezionato un'ampia varietà di nuovi termini e modi di dire. |
3 | ছবি কেইকা তানাকার। | Foto di Keiko Tanaka |
4 | এ বছর জাপানে নতুন এবং জনপ্রিয় শব্দের আগমনের মাঝে, কেবল চারটি শব্দ বাকীদের থেকে আলাদা হয়ে ২০১৩ সালের নতুন বাজওয়ার্ড [নতুন গুঞ্জরিত শব্দের] পুরস্কারের সম্মানে সম্মানিত হয়েছে [জাপানি ভাষায়]। | Tra il mucchio di nuove parole popolari uscite in Giappone, solo quattro hanno vinto il New Buzzwords Award [ja] del 2013, un concorso annuale tenuto dalla U-Can, una società di formazione a distanza, e dalla casa editrice Liberal National. |
5 | এটি এক বার্ষিক সম্মান যা দূরশিক্ষণ প্রতিষ্ঠান ইউ-ক্যান এবং লিবারেল ন্যাশনাল নামক প্রকাশনা সংস্থা প্রদান করে থাকে। | |
6 | এটি একটি অভূতপূর্ব ফলাফল, মনোনীত ৫০ টি শব্দের মাঝ থেকে বিজয়ী চারটি শব্দ যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। আর তারা হচ্ছে: | In un risultato senza precedenti, i quattro vincitori che tagliano il primo posto su 50 candidati sono: |
7 | ১. ইমাদেশো! | 1. Imadesho! |
8 | এর মানে হচ্ছে “এখন কেমন চলছে” ?! | |
9 | হায়াশি ওসামু এই বাক্যটিকে জনপ্রিয় করেছে, যিনি ক্রাম স্কুল নামে পরিচিত ভাষা শিক্ষার বিশেষ স্কুলে আধুনিক জাপানি ভাষা শিক্ষার অধ্যাপক। তিনি স্কুলের এক বিজ্ঞাপনের জন্য এই শব্দটি ব্যবহারের পর তা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, এখানে বলা হচ্ছে যে এই এটি সময় সম্বন্ধে করা, যে সময়ে দর্শকেরা পরীক্ষার জন্য পড়া শুরু করে। | Significa “Che ne dici di adesso?!”, frase resa popolare da Hayashi Osamu, un docente universitario di giapponese moderno di una scuola privata intensiva chiamata cram school [en, come i link successivi salvo diversa indicazione], per averla usata in una pubblicità della scuola, dicendo che era il momento di iniziare a studiare per gli esami. |
10 | ২. ও-মো-তে-না-শি | 2. O-mo-te-na-shi |
11 | এটি কেবল জাপানি শব্দ ওমোতেনাশি-কে বানান করে উচ্চারণ করা, যার মানে আতিথিয়তা। | Pronunciare semplicemente a voce alta la parola giapponese “omotenashi”, significa esprimere ospitalità. |
12 | এই গুঞ্জরিত শব্দকে জাপানি ভাষার সাথে পরিচয় করিয়ে দেন ক্রিস্টাল তাকাওয়াগা, যিনি একজন সংবাদ উপস্থাপক, তিনি অলিম্পিক আয়োজক-এর রাষ্ট্র হবার চূড়ান্ত সম্মেলনে জাপানের বক্তব্য উপস্থাপনের সময় এই শব্দটি বলেছিলেন। | Parola oggi in voga e introdotta da Christel Takigawa, una giornalista di notizie, che ha tenuto il discorso alla finale olimpica in Giappone. |
13 | আতিথিয়তা ও উষ্ণ সম্বর্ধনা জাপানি সমাজের শেকড়ে গ্রোথিত। | I due concetti di ospitalità e calda accoglienza sono profondamente radicati nella cultura giapponese |
14 | ৩. জেজেজে | 3. Jejeje |
15 | এর মানে কি?! | Significa “Cosa? |
16 | কি?! কি?! | Cosa?! |
17 | এই বাক্যটি গণ শব্দকোষে প্রবেশের পেছনে ধন্যবাদ পাওয়ার যোগ্য ২০১৩ সালের ব্যাপক জনপ্রিয়তা পাওয়া টিভি নাটক আমাচান। | COSA!?”, frase entrata nel vocabolario grazie alla serie televisiva popolare del 2013 “Amachan”. |
18 | এই নাটকের প্রধান চরিত্র যে তোহোকুর আঞ্চলিক ভাষায় কথা বলে, উক্ত ভদ্রমহিলা বিস্ময় প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার করে। | È un'espressione dialettale che esprime stupore, usata dalla protagonista della serie, originaria della regione di Tohoku. |
19 | নাটকে সে টোকিওর আদর্শ এক সেলিব্রেটি হবার চেষ্টা করে, অবশেষে পূর্ব জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময় এলাকার পুনর্গঠনের জন্য তোহোকুতে ফিরে আসে। | La ragazza tenta di diventare una celebrità a Tokyo, ma alla fine ritorna nel Tohoku per contribuire a dare nuova vita all'area dopo il Grande Terremoto del Giappone orientale. |
20 | ৪. বাইগেশি | 4. Baigaeshi |
21 | বাইগেশি বাক্যটিও একটি জনপ্রিয় টিভি নাটক থেকে নেওয়া হয়েছে। যার মানে হচ্ছে দুই স্তরে ফেরত প্রদান অথবা প্রতিশোধ, আর এটি হানাজাওয়া নোয়াকি নামক নাটকের প্রধান চরিত্রের বলা অন্যতম এক বাক্য। | Ancora da una serie televisiva “baigaeshi” significa “duplice vendetta” o “vendetta” ed è lo slogan del personaggio principale di “Hanazawa Naoki,”un banchiere che si ribella al suo capo irragionevole. |
22 | নোয়াকি হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা যে তার অযৌক্তিক বসের বিরুদ্ধে রুখে অবস্থান নেয়। | Yukihiro Matsumoto ha commentato su Twitter il collegamento televisivo delle quattro parole: |
23 | সেরা চারটি শব্দের সাথে টেলিভিশনের যোগসূত্র নিয়ে টুইটার ব্যবহারকারী ইউকিহিরো মাতসুমতো মন্তব্য করেছে: | Le quattro parole selezionate dal Buzzwords Award hanno una comune origine televisiva, ciò prova che la sfera d'influenza della televisione è maggiore di quanto lo fosse prima. |
24 | এই বাজওয়ার্ড পুরস্কার- এর ক্ষেত্রে, বাস্তবতা হচ্ছে নির্বাচিত সকল শব্দের সাথে টেলিভিশনের একটা যোগসূত্র রয়েছে যা প্রদর্শন করে টেলিভিশনের প্রভাব বলয় আগের চেয়ে অনেক বেশী। | Tra le altre parole rientrate nelle prime dieci, secondo la lista pubblicata il 2 dicembre 2013, c'è “hate speech”, una parola popolare nel 2013, l'anno della protesta contro la Corea e contro la crescente popolarità dei suoi prodotti nel mercato giapponese. |
25 | ২ ডিসেম্বর ২০১৩ ঘোষণা করা সেরা দশটি শব্দের তালিকায় অন্য যে সব শব্দ ছিল, তার মধ্যে একটি হচ্ছে “ঘৃণ্য বক্তৃতা” যে শব্দটি ২০১৩ সালে অনেকের মুখে মুখে উচ্চারিত হয়েছে, জাপানে এই বছর কোরিয়া বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জাপানের বাজারে কোরীয় পণ্যের ক্রমে জনপ্রিয়তা বৃদ্ধির কারণে বিক্ষোভকারীরা ক্ষুদ্ধ, আর এই কারণে তারা ক্রমে আরো আওয়াজ তুলছে। | Ci sono altre parole nella lista delle prime dieci, come “PM 2.5”, come viene comunemente chiamato l'inquinamento atmosferico sotto forma di particolato, diventato in voga dopo i timori che l'inquinamento della Cina possa raggiungere il Giappone; “Secret Protection Bill”, un controverso disegno di legge che potrebbe inasprire le sanzioni per la divulgazione di segreti nazionali o anche“Abenomics”, una sorta di slogan per la gestione delle politiche economiche del presidente Shinzo Abe. |
26 | সেরা দশের মধ্যে অন্য বাক্যের মধ্যে একটি হচ্ছে “পিএম২. | |
27 | ৫”, যেটাকে সাধারণ ভাবে বলা হয়ে থাকে অথবা বিশেষ ভাবে পরিবেশগত দূষণ, যা একটি গুঞ্জরিত শব্দে পরিণত হয় প্রতিবেশী চীনের দূষণ জাপানে এসে পড়ার ভয় থেকে। | |
28 | “গোপন নিরাপত্তা আইন” একটি বিতর্কিত আইন, যেটিতে জাতীয় নিরাপত্তা ফাঁসকারী ব্যক্তির জন্য কঠিন শাস্তির বিধান করেছে। | L'arte Ascii usata per descrivere la parola gekiokopunpunmaru, un nuovo termine del 2013 per esprimere la propria rabbia |
29 | আর “এ্যাবেনোমিক্স” একটি স্বল্প দৈর্ঘ্য স্লোগান যা রাষ্ট্রপতি শিনজো আবের অর্থনৈতিক নীতির প্রশাসনের জন্য ব্যবহার করা হয়। | |
30 | গেক্কিওকিপুনপুনমারু শব্দটি বর্ণনার জন্য আসিই শিল্প ব্যবহার করা হয়, কোন একজনের ক্ষোভ প্রকাশে ২০১৩ সালে এই বাজওয়ার্ডের ব্যবহার করা শুরু হয়েছে। | |
31 | নেট বাজওয়ার্ড পুরস্কার | Net Buzzwords Award |
32 | আরেকটি পুরস্কার, যার নাম নেট বাজওয়ার্ড পুরস্কার [জাপানি ভাষায়] , সেটি ২ ডিসেম্বর ২০১৩-এ, প্রকাশিত হয়। | Un altro concorso, il “Net Buzzword Award” [ja], annunciato il 2 dicembre, sembra stia generando una discussione anche maggiore. |
33 | যা আরো বেশী আলোচনার সৃষ্টি করে। এই পুরস্কার ইন্টারনেটের জনপ্রিয় শব্দকে তুলে ধরে, তা জাপানি এক সার্চ ইঞ্জিন কোম্পানী দ্বারা বেছে নেওয়া এবং ২চেন নামক এক অনলাইন সংবাদপত্রের ব্যবহারকারীদের দ্বারা নির্ধারিত হয়েছে, যারা তাদের বিবেচনায় বছরের সবচেয়ে উল্লেখযোগ্য বাক্যকে ভোট প্রদান করেছে [জাপানি ভাষায়]। | Il premio, il cui scopo è di mettere in rilievo i termini più alla moda su Internet, è stato istituito da un motore di ricerca giapponese al quale partecipano gli utenti di 2chan, una sorta di bacheca online, esprimendo i loro voti [ja] su quello che pensano siano le frasi più note dell'anno. |
34 | দি নেট বাজওয়ার্ডও একই সাথে ইমাদেশোহো! | Anche il Net Buzzwords Award ha premiato “Imadesho!”, mentre “Baigaeshi” è arrivata terza. |
35 | কে সেরা পুরস্কারে ভূষিত করেছে, অন্যদিকে বাগাশি এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। | Al secondo posto “gekiokopunpunmaru”, una frase bambinesca per esprimere molta rabbia in forma onomatopeica e quindi piuttosto difficile da tradurre. |
36 | এতে দ্বিতীয় স্থান অধিকার করেছে গেকিওকোপুনপুনমারু, এটি এমন এক শব্দ যা আলোচিত শব্দের আকারে একটি শিশুসুলভ রাগের চরম প্রকাশকে তুলে ধরে, আর এ কারণে এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা খুব কঠিন। | |
37 | নেট বাজওয়ার্ড এবং নিউ বাজওয়ার্ড পুরস্কারের মধ্যে মিলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে টুইটার ব্যবহারকারী কাতসুরা ইগারিস লিখেছে : | Katsura Igarashi commentando su Twitter le somiglianze tra i due concorsi ha scritto: |
38 | নেট বাজওয়ার্ড এবং নিয়মিত বাজওয়ার্ড পুরস্কার আসলে অনেকটাই এক। | Il Net Buzzwords Award e l'annuale Buzzwords Award sono più o meno uguali. |
39 | ইন্টারনেটকে এক আশ্রয়স্থল হিসেবে বিবেচনার এখানে ইতি ঘটেছে। | Diciamo che segnano la fine di internet come luogo di rifugio. |
40 | লেখিকা এটিকে জাপানী ভাষায় লিখেছে, আর এর অনুবাদ করেছে টাইলর কাজেলা। | Articolo scritto da un autore giapponese e tradotto da Taylor Cazella |