Sentence alignment for gv-ben-20101227-14238.xml (html) - gv-ita-20110104-28696.xml (html)

#benita
1ভারত: রাষ্ট্র বিরোধী কার্যক্রমের অভিযোগে ডাক্তারের আজীবন কারাবাসIndia: ergastolo per un noto attivista dei diritti umani accusato di eversione
2২৪ ডিসেম্বর, ২০১০-এ ভারতের ছত্তিশগড়ের রায়পুর জেলার এক দায়রা আদালত নাগরিক অধিকার আন্দোলন কর্মী ডাক্তার বিনায়ক সেনকে রাষ্ট্র বিরোধী কার্যক্রম এবং ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছে।Il 24 dicembre scorso, nel corso di una sessione del Tribunale di Raipur nello Stato Indiano di Chhattisgarh [it], il dottor Binayak Sen [en, come tutti gli altri link eccetto ove diversamente indicato] è stato giudicato colpevole di eversione e complotto.
3আদালত ডাক্তার সেনকে এই রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং তাকে আজীবন কারাবাস প্রদান করে। ডাক্তার সেন পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ।L'uomo, noto attivista a sostegno dei diritti civili, è stato condannato all'ergastolo con l'accusa di complicità con i ribelli maoisti.
4তিনি ‘জাতীয় নাগরিক মুক্তি পরিষদ'(পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি বা পুকাল) এর সহ-সভাপতি। তিনি ছত্তিশগড়ের আদিবাসীদের কাছে এক অতি পরিচিত জন।Il dottor Sen è pediatra e vice presidente dell'associazione People's Union for Civil Liberties.
5১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে সেখানকার আদিবাসীদের দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ জনতার স্বাস্থ্যের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ১৪ মে,২০০৭ সালে তাকে গ্রেফতার করা হয়।La sua figura è molto popolare tra le comunità tribali di Chhattisgarh; è dal 1981 che il dottore si batte per l'estensione dell'assistenza sanitaria anche alle popolazioni tribali e rurali più povere.
6জেলে থাকা নকশালপন্থীরা নেতা নারায়ন সান্যাল এবং ব্যবসায়ী পিয়ুস গুহের (মাওবাদীদের সাথে যোগাযোগের কারণে তাকেও গ্রেফতার করা হয়) মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং ২০০৯ সালে ভারতের সুপ্রীম কোর্ট থেকে জামিন পাবার আগ পর্যন্ত তাকে ২ বছরের জন্য কারাগারে কাটাতে হয়।Il 14 maggio del 2007 era stato arrestato con l'accusa di fare da corriere tra Narayan Sanyal, leader dei naxaliti detenuto in carcere, e l'uomo d'affari Piyush Guha, anche lui accusato di complicità con i maoisti. Sen, che [per quell'accusa] ha trascorso in cella due anni, era stato rilasciato su cauzione nel 2009 in seguito a una decisione della Corte Suprema.
7তার এই ২ বছর মেয়াদের সাজার সময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নোয়াম চামস্কি সহ, বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তার মুক্তির জন্য আবেদন জানায়, যাদের মধ্যে ২২ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন।Nel corso di quei due anni erano stati lanciati numerosi appelli per la sua liberazione, da Amnesty International, Noam Chomsky [it] e molte altre figure di rilievo, tra le quali 22 vincitori del premio Nobel.
8ডাক্তার বিনায়ক সেনকে মুক্ত কর নামক প্রচারণা।Campagna per la liberazione del dottor Binayak Sen
9ছবি ফ্লিকার ব্যবহারকারী ফ্রিবার্ড-এর, সিসি এট্রিবিউশন ২. ০ জেনেরিক লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।Immagine dell'utente Flickr freebird, utilizzata sotto licenza Creative Commons 2.0 Generic
10তার এই শাস্তির বিরুদ্ধে, সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।La nuova condanna ha scatenato l'indignazione degli attivisti per i diritti umani di tutto il mondo.
11নেট নাগরিকরাও এই শাস্তির সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে।Anche i netizen hanno reagito alla notizia.
12ইয়ে হ্যায় লাইফ লিখেছে:Yeh hai Life scrive:
13২২ জন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করা হয়েছে।Al diavolo le opinioni di 22 premi Nobel e della comunità internazionale per i diritti umani!
14এই রায়ে এটি পরিষ্কার, যে ভারতে ভিন্নমত সহ্য করা হবে না।Con questo verdetto è chiaro che in India il dissenso non è tollerato.
15যদি আপনি আইন নিয়ে খেলতে না পারেন, তাহলে আপনাকে চুপ করে থাকতে হবে।Se non si seguono le regole, si viene messi a tacere.
16ভারত এখন তার নিজস্ব লিউ শাওবোকে পেয়ে গেছে।Ora l'India ha il suo Liu Xiaobo [it].
17আইকাদাই লিখেছে:Chaikadai scrive:
18ভারত নামক রাষ্ট্র, তার বিচার বিভাগ এবং প্রচার মাধ্যমের উপর থেকে আমাদের সত্যিকারের ভরসা হারিয়ে গেছে!Abbiamo veramente perso tutta la nostra fiducia verso lo Stato indiano, il suo sistema giudiziario e i suoi media!
19দয়া করে বিনায়ক সেনের মুক্তির লড়াইয়ে আমাদের আশাকে ধরে রাখার জন্য এই দরখাস্তে স্বাক্ষর করুন।Per favore, firmate la petizione per sostenere la nostra speranza di poter liberare il dottor Binayak Sen.
20তবে টুইটারের লোকজন সহানুভূতি প্রকাশের ক্ষেত্রে বিভক্ত।Gli utenti di Twitter sono comunque divisi nelle loro posizioni.
21একদিকে, তার সমর্থনে লোকজন টুইট করছে, যেমন,,Da un lato c'è chi scrive a sostegno di Sen. Ecco alcuni esempi:
22@দিপতোশ: যখন আমি বিনায়ক সেনের বাসায় গিয়েছিলাম, সে সময় আমি আমার দৃষ্টিতে দেখেছিলাম, তার বাসায় মার্ক্সবাদী সাহিত্যের বই কম।@diptosh: Quando ho fatto visita alla casa di Binayak Sen, vi ho trovato meno letteratura marxista di quanta ne possiedo io.
23পুলিশ বলছে যে এই সমস্ত বই হচ্ছে প্রমাণ।La polizia aveva detto che quei libri erano delle prove.
24@সাইফুল: ভারত নামক রাষ্ট্রটি যেভাবে ডাক্তার বিনায়ক সেনকে শাস্তি প্রদান করেছে, আসুন তার বিরুদ্ধে অবস্থান নেই।@saiphul: Prendete anche voi posizione contro la persecuzione del dottor Binayak Sen da parte dello Stato Indiano
25@মানিশ সি প্রভাকর: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা বিস্ময়কর।@Manish C Prabhakar: La condanna di Binayak Sen è scioccante
26@ফজলসামি: বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা.. মৌলিক অধিকারকে ধর্ষণ করা।@fzlsammy: La condanna di Binayak Sen… una grave violazione dei diritti fondamentali
27@সত্যসাগর: মিথ্যা অজুহাতে ডাক্তার বিনায়ক সেনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে, তিনি রায়পুরের জেলে রাত অতিবাহিত করছেন।@satyasagar: Il dottor Binayak Sen, imprigionato per accuse infondate, sta trascorrendo la notte in una fredda cella a Raipur.
28এখন কাউকে শুভ বড়দিন কথাটা বলা খুব কঠিন হবে!Ora è difficile augurare buon Natale!
29এম অন্যদিকে এমন অনেকে রয়েছেন, যারা অনুভব করেন যে, মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল হিসেবে ডাক্তার সেনকে ভারত সরকার সঠিক শাস্তি প্রদান করেছে এবং প্রচার মাধ্যম ভুল ভাবে তাকে এক ঘটনার শিকার ব্যক্তি হিসেবে চিত্রিত করছে।Dall'altro lato c'è chi pensa che, in quanto simpatizzante dei maoisti, il dottor Sen sia stato giustamente punito dallo Stato Indiano e che i media sbaglino a dipingerlo come una vittima.
30যেমন,Per esempio:
31@এ্যাশ_দুবে: বিনায়ক সেন- নিষিদ্ধ ঘোষিত মাওবাদীদের প্রকাশ্য চেহারা, তাকে সঠিক বিচারে শাস্তি প্রদান করা হয়েছে।@ash_dubey: Binayak Sen, volto pubblico di gruppi maoisti clandestini che odiano il nostro Paese, ha ricevuto la giusta punizione.
32#মিডয়াগেট, প্রচার মাধ্যম তাকে এক ঘটনার ‘শিকার' হিসেবে তুলে ধরে, তার সত্যিকারের চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করছে।I media lo stanno trasformando in una “vittima”
33@দামিনি১১২২:#মিডিয়াগটে ওরফে প্রচার মাধ্যম, যারা মাওবাদী সমর্থক বিনায়ক সেনের প্রতি জনতার যাতে সহানুভূতি তৈরি হয় সে প্রচেষ্টাই করছে।@damini1122: I media che stanno invocando solidarietà nei confronti del sostenitore dei maoisti Binayak Sen si dovrebbero vergognare
34@সুকন্যাদেবী: যারা ভারত নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং নিষ্পাপ আদিবাসীদের মুণ্ডচ্ছেদ করেছে আর স্কুল এবং হাসপাতাল উড়িয়ে দিচ্ছে, তারা নরকে যাক।@sukanyadevi: Deve andare all'inferno insieme a chi ha dichiarato guerra all'India, decapita cittadini tribali innocenti e fa saltare in aria scuole e ospedali.
35বিনায়ক সেন @কিরনসকেএস: কেন একজন মানবাধিকার কর্মী বিনায়ক সেন ২০০৭ সালের মে মাসের ২৬ থেকে জুন মাসের ৩০- তারিখ-এর মধ্যে জেলে আটক এক সন্ত্রাসী সান্যালের এর সাথে ৩৩ বার দেখা করেছিল?@KiranKS: Perché un attivista dei diritti umani come Binayak Sen si è incontrato in carcere per ben 33 volte col terrorista Sayal, tra il 26 maggio e il 30 giugno 2007?
36@ফিরোজখানকেএস: কালমাদির গৃহে অভিযান চালানো হয়েছে, রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিনায়ক সেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে!@FirozKhanKS: Kalmadi perquisito, Raja interrogato, Binayak Sen condannato!
37কি সুন্দর বড়দিনের এক সন্ধ্যা!Che meravigliosa vigilia di Natale!
38সবাইকে বড়দিনের শুভেচ্ছা!Buon Natale a tutti!
39কাজেই চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে, বিনায়ক সেন একজন ডাক্তার, যিনি গরিবদের মধ্যে যারা সবচেয়ে গরীব তাদের জন্য অক্লান্ত কাজ করে গেছেন, অথবা একজন অপরাধী যে কি না কেবল মাওবাদী বা নকশালপন্থীদের প্রতি সহানুভূতিশীল নয়, একই সাথ উভয়ের মাঝে বাহক হিসেবে কাজ করেছে, তাদের তাদের নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য?Ma allora, in ultima analisi, chi è Binayak Sen? Un dottore che lavorava instancabilmente per i più poveri tra i poveri, o un criminale che non solo simpatizzava per maoisti e naxalisti, ma faceva anche da corriere tra le due organizzazioni, aiutandole a rafforzare la loro rete?
40সে কি অপরাধী কিনা, কেবল সময়ই তা বলে দেবে। তার পরিবার এখন দায়রা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।Solo il tempo potrà dirlo, dal momento che la sua famiglia sta preparando un appello alla Corte Suprema contro il verdetto del tribunale.
41এখন পর্যন্ত সম্ভবত ইন্দ্রজিৎ সংক্ষিপ্ত আকারে- এর সেরা উত্তরটি প্রকাশ করেছে, যে লিখেছে:In questo momento, forse la risposta è ben riassunta da Indrajit che scrive:
42ডাক্তার সেন দলের বিভিন্ন বিষয় এবং তার মত ব্যক্তির জটিলতাকে প্রতিনিধিত্ব করছেন।Il dottor Sen rappresenta la complessità della questione riguardante gruppi e persone come lui.