Sentence alignment for gv-ben-20130803-37730.xml (html) - gv-ita-20130802-82961.xml (html)

#benita
1বাই সাইকেল থাকার অপরাধে ইসরাইলে একজন সুদানী উদ্বাস্তুর আটকাদেশIsraele: rifugiato sudanese arrestato per una bicicletta
2বাই সাইকেলের রসিদ না থাকায় গত ১৮ জুলাই ২০১৩ তারিখে ইসরাইলী পুলিশ দারফুরের রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিনেতা বাবাকের (বাবি) ইব্রাহিমকে গ্রেফতার করেছে, ধারনা করা হয়েছে সাইকেলটি চুরি করা হয়েছে।L'attore e richiedente asilo politico Babaker (Babi) Ibrahim, originario del Darfur, è stato arrestato dalla polizia israeliana il 18 luglio 2013 perché non aveva la ricevuta d'acquisto della sua bicicletta, di conseguenza ritenuta rubata.
3ইসরাইলে সুদানী কম্যুনিটির ব্যাপক পরিচিত ব্যক্তিত্ব বাবি শরণার্থী নাট্যদলের একজন সদস্য। এ নাট্যদলটি সম্প্রতি ইসরাইলের শরণার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করা নিয়ে ওয়ান স্ট্রং ব্ল্যাক নামের একটি ব্যঙ্গাত্বক নাটক মঞ্চস্থ করে।Babi, una figura di spicco nella comunità sudanese in Israele, fa parte di un gruppo di rifugiati che ha recentemente messo in scena uno spettacolo teatrale satirico sul maltrattamento dei rifugiati in Israele, One Strong Black.
4বাবির গ্রেফতার এবং বিচারবিহীনভাবে অনির্দিস্টকাল অন্তরীণের বিষয়টি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তাঁর ও তাঁর মত একই পরিস্থিতিতে আর যারা অন্তরীণ রয়েছে তাঁদের মুক্তির দাবিতে রাজপথে ও অনলাইনে প্রচারনা চলছে।L'arresto di Babi e la sua detenzione a tempo indefinito e senza processo hanno provocato l'indignazione generale e la nascita di una campagna on e offline per il suo rilascio e quello di altri rifugiati nella sua situazione.
5২০১২ সালের সেপ্টেম্বর মাসে ইসরাইলের স্বরাস্ট্র মন্ত্রণালয় একটি নতুন প্রবিধান কার্যকর করে।
6এ প্রবিধানে গ্রেফতারের পরিধি আলোচিত হয়েছে। প্রবিধান অনুসারে বিচারবিহীনভাবে অনির্দ্রিস্টকাল অন্তরীণ রাখা, অপরাধের বিষয়ে রাজনৈতিক শরণার্থীদের সন্দেহ করা, এমনকি যাদের সন্দেহের বিষয় আদালত কর্তৃক অপ্রমানিত তাদেরকেও গ্রেফতারের বিধান রাখা হয়েছে করা যাবে।Nel settembre del 2012 il Ministro degli Interni israeliano ha applicato una nuova norma [en] che permette allo Stato di arrestare e incarcerare a tempo indeterminato e senza processo i richiedenti asilo sospettati di aver commesso un crimine, anche qualora i sospetti non siano stati confermati e non abbiano portato ad una condanna del tribunale.
7ফৌজদারী কার্যপদ্ধতি সংশ্লিষ্ট অনুপ্রবেশকারী [ইসরাইলি সরকার রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের এ নামেই অভিহিত করে] ব্যবস্থাপনা পদ্ধতিকে জুলাই ২০১৩ সালে সম্প্রসারিত করে বে আইনী কাজের জন্য সন্দেহবশতঃ শরনার্থীদেরকে শাস্তির বিধান রাখা হয়েছে।Nel luglio 2013 la normativa -Procedura per occuparsi degli infiltrati [il termine usato nello Stato di Israele per denigrare i richiedenti asilo] coinvolti in azioni criminali- è stata ampliata fino a includere persino i rifugiati sospettati di reati minori.
8৫০০-এরও বেশি শরণার্থীকে ফৌজদারী কার্যবিধির আওতায় অন্তরীণ রাখা হয়েছে এবং তাঁদের সম্ভব হলে ইসরাইল থেকে বহিস্কার করার জন্য নেগেভ মরুভূমির ইন্টারনেন্ট ক্যাম্পস ফর রিফিউজি-তে পাঠানো হয়েছে।Oltre 500 richiedenti asilo sono stati arrestati a causa della Procedura e mandati nei campi di internamento [it] per rifugiati nel deserto del Negev finché la loro deportazione da Israele non sarà possibile.
9প্রবিধান অনুমোদনকারী এটর্নি জেনারেল এডভোকেট ইয়েহুদা ওয়েস্টিন-এর বাড়ির সামনে গত ২০ জুলাই বেশকিছু প্রতিবাদকারী বিক্ষোভ জানায়ঃIl 20 luglio decine di persone hanno manifestato di fronte alla residenza del Procuratore Generale Yehuda Weinstein che ha approvato la normativa:
10ইসরাইলে শরনার্থী ও অভিবাসীদের অধিকার, মানব পাচারের ভিক্টিমদের পক্ষে কাজ করা দি হটলাইন ফর মাইগ্র্যান্ট ওয়ার্কার্স-নামের একটি এনজিও বাবির বর্তমান আইনগত পরিস্থিতি [হিব্রু] সম্পর্কে আপডেট প্রদান করেঃLa Hotline per i Lavoratori Migranti, una ONG che difende i diritti dei rifugiati, dei migranti e delle vittime del traffico umano in Israele, ha fornito un aggiornamento [heb] riguardo all'attuale situazione legale di Babi:
11উচ্চ আদালতে হেবিয়াস কর্পাস দরখাস্ত প্রত্যাখ্যাত হওয়ার পর গতকাল আমরা বাবির পক্ষে আরেকটি আবেদন করি…. আবেদনে আমরা বাবির মুক্তি চেয়েছি এবং যে বিধি অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিধিকে অসাংবিধানিক দাবি করে বাতিলের দাবি করেছি… বাবির মুক্তির জন্য এবং বিচারবিহীন অবস্থায় সকল শরনার্থীদের মুক্তির দাবি আমরা জানিয়েছি।Dopo che l'Alta Corte di Giustizia ha respinto la nostra petizione habeas corpus, ieri abbiamo presentato un'altra mozione in favore di Babi… In questa mozione chiediamo il suo rilascio e l'abrogazione delle norme in virtù delle quali è stato arrestato, in quanto da noi ritenute anticostituzionali… Continueremo a lottare per la libertà di Babi e di tutti i rifugiati detenuti in Israele senza un processo.
12ইসরাইলে দুটি স্বতন্ত্র আইন ব্যবস্থার অস্তিত্ব রয়েছেঃ একটা শরণার্থেদের জন্য আর আরেকটা অন্যদের জন্য।L'esistenza di due sistemi legali separati in Israele - uno per i rifugiati e uno per tutti gli altri - è inaccettabile.
13এটা খুবই ভয়ানক যে কোন প্রমান ছাড়াই শরণার্থীদের যাবতজীবন কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা, স্বচ্ছ বিচার ছাড়া কারাগারে প্রেরণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারাগারে প্রেরণ, পুলিশের কাছে কারো অপরাধের প্রমান ছাড়াই কারাগারে প্রেরণ করা হয়।È vergognoso che i rifugiati vengano mandati in prigione senza prove, senza un processo equo, senza l'opportunità di difendersi e senza che la polizia debba provare che sono colpevoli di qualcosa.
14এ প্রবিধানে এমন একটা ধারনা করা হয়েছে যে কোন নির্দিষ্ট গাত্রবর্ণের জন্য কোন সম্পত্তি অর্জন করা মানেই তারা সেটা চুরি করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা থাকতে পারে না।Una norma basata sul presupposto che qualsiasi bene posseduto da una persona con la pelle di un determinato colore sia di fatto rubato non può esistere in un Paese democratico.
15সম্পত্তি থাকার জন্য কোন মানুষকে অন্তরীণ রাখার অযৌক্তিকতার বিষয়ে লেইজেস পাসার নামে ব্লগে আইনজীবী ইয়োনাতান বারম্যান ও ওদেদ ফেল্লার লিখেনঃI difensori dei diritti Yonatan Berman e Oded Feller hanno scritto sul loro blog Laissez Passer [heb] riguardo all'assurdità della detenzione di persone per possessione di beni:
16পাঠকদের জন্য এই ব্লগ আলোচনার দুয়ার খুলে দিয়েছে- ধারনা করুন পরবর্তি পদক্ষেপ [ সরকার কর্তৃক]।Il [nostro] blog apre la sezione “roulette” per i suoi lettori - indovinate quale sarà la prossima mossa [del governo].
17আমাদের ধারনা- যে সকল রাজনৈতিক আশ্রয়প্রার্থী তাঁদের কেনাকাটার জন্য রশিদ প্রদর্শন করতে পারবে না তাঁদের অন্তরীণ করা হবে।Secondo noi, i richiedenti asilo che non potranno presentare le ricevute per provare che hanno acquistato i vestiti che hanno addosso saranno arrestati.
18অতঃপর আমরা নিশ্চিত করব যে সকল রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা নগ্ন হয়ে ঘোরাফেরা করবে অথবা আসলে হতে পারে এভাবে আমরা নিশ্চিত করতে পারব যে সকল পোষাক পরা শরণার্থীদের চুরির অপরাধে অন্তরীণ রাখা হবে।In questo modo ci assicureremo che vadano in giro nudi. O forse in realtà, così facendo, ci assicureremo che tutti i rifugiati vestiti vengano arrestati per furto, mentre tutti quelli nudi verranno arrestati per esibizionismo.
19এরপর যখন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা নগ্ন হয়ে ঘুরবে তখন আবার আমরা তাদের অভব্য প্রদর্শনীর দায়ে কয়েদ করব।Il noto blogger di sinistra Yossi Gurvitz ha scritto sul suo blog Friends of George [heb]:
20বিখ্যাত বামপন্থী ব্লগার ইয়োসি গুরুভিটজ তার ব্লগ ফ্রেণ্ডস অব জর্জ-এ লিখেনঃ ড্রেড স্কট বনাম স্যান্ডফোর্ড এর প্রায় ১৬০ বছর পর এবং ১৩দশ সংশোধনের মাধ্যমে দাসত্ব [মার্কিন যুক্তরাস্ট্রে] শেষ হওয়ার প্রায় ১৫০ বছর পর ওয়েস্টিন তার স্বাক্ষর প্রদানের মাধ্যমে অনুমোদন দিলেন যে এমন একদল লোক রয়েছে-স্বাতন্ত্রগতভাবে তো অবশ্যই- যাদের গায়ের চামড়া কালো- তাদের সম্পত্তি থাকা মানা, তারা মানবেতর।Dopo quasi 160 anni dalla causa Dred Scott contro Sandford [it], a quasi 150 anni da quando il 13esimo Emendamento mise fine alla schiavitù [negli Stati Uniti], Weinstein ha approvato con la sua firma che un intero gruppo di persone - per caso, ovviamente, la loro pelle è nera - se non sono proprietà di per sè, sono comunque inferiori agli umani.
21লিবেলিয়াস দাবি করেন (উদাহরন স্বরূপ বাছাইকৃত দলের মধ্যে যারা প্রবঞ্চক তারা অন্যদের মজুরি বা মাইনে প্রদান করতে চায় না [ শরনার্থীদের মালিকেরা তাদের এই বলে হুমকি দেয়- ই টি] তারা তাদের এই আইনের খাদে ফেলার জন্য যথেস্ট আর তাদের পক্ষে এই খাদ থেকে উঠে আসা প্রায় অসম্ভব।Bastano delle affermazioni diffamatorie (come ad esempio di un truffatore del Popolo Eletto che non vuole pagare loro il salario [I rifugiati sono stati minacciati in questo modo dai loro datori di lavoro - N.d.A] per gettarli in un pantano legale da cui è quasi impossibile uscire.
22ইব্রাহিম খুব ভাগ্যবানঃ সে একজন পরিচিত মুখ।Ibrahim è molto fortunato.
23তার বেশ কিছু বন্ধু আছে।È un personaggio famoso e ha molti amici.
24তাদের মধ্যে প্রায় একশত জনের মত জুলাইয়ের গরমকে উপেক্ষা করে শনিবার রাতে ওয়েস্টিনের বাড়ির সামনে প্রতিবাদ করেছে।Circa cento di loro sono andati a protestare per lui nella notte di un sabato di luglio di fronte alla casa di Weinstein.
25বেশিরভাগ শরনার্থীই এত সৌভাগ্যবান নয়।La maggior parte dei rifugiati non è così fortunata.
26তাদেরকে কেউ চিনে না, তাদের পক্ষে হেবিয়াস কর্পাস আবেদনের জন্য কেউ নেই।Non li conosce nessuno, nessuno presenta un ricorso di habeas corpus per loro.
27ওয়েস্টিনের খনন করা গর্তে নিরব ও অদৃশ্য হয়ে যায়।Vengono messi a tacere e scompaiono nel buco che Weinstein ha scavato per loro.
28ড্রেড স্কটের সমরূপ রুলিং-এর ওয়েস্টিনের সিদ্ধান্তের প্রতিবাদ ইসরাইলি জনগণ করে নিঃ আরো অনেক উইলিয়াম ইয়ানসি রয়ে গেছে [ সাউদার্ন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান,দাসত্ব প্রথার প্রবক্তাদের গুরু] এবং এখনো অনেকে বলতে ভয় পায় যে “ আপনি আমাদের ভুলপথে পরিচালিত করেছেন।Gli israeliani non hanno reagito alla decisione di Weinstein, paragonabile alla sentenza contro Dred Scott. Ci sono troppi gemelli di William Yancey [en] [deputato democratico sudista, principale difensore della schiavitù], e in pochi hanno ancora il coraggio di dire “Voi ci fraintendete.
29আমরা ভুল পথে পরিচালিত হব না!”Noi non lo faremo!”
30[ ১৮৬০ সালে দাসত্ব প্রথার পক্ষে ডেমোক্র্যাটিক পার্টির প্ল্যাটফর্মে ইয়েনসির দাবির প্রতিক্রিয়ায় একজন নর্দান ডেমোক্র্যাটের বক্তব্য][risposta di un democratico del nord alla richiesta di Yancey che il programma del partito democratico alle elezioni del 1860 includesse le dichiarazioni a favore della schiavitù].
31ফ্রিবাবি- শিরোনামে একটি ফেসবুক পাতা খোলা হয়েছে সেখানে দ্রুতই হাজারেরো বেশি “লাইক” পড়েছে।È stata lanciata la pagina Facebook freeBabi [heb], che ha rapidamente guadagnato centinaia di “Mi piace”.
32এই পাতায় বাবির মুক্তি চেয়ে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও আপলোডের অনুরোধ জানানো হয়েছে।Nella pagina si chiede agli utenti di pubblicare foto e video di loro stessi che chiedono il rilascio di Babi.
33ইসরাইলের নামকরা সংগীতজ্ঞ ও অভিনেতাসহ অনেকেই তাদের ছবি পাঠিয়েছেন।In molti hanno inviato le loro foto, inclusi attori e musicisti israeliani famosi.
34প্রখ্যাত ইসরাইলি গায়িকা ও গীতিকার আলমা যোহার তার নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে লেখা আছেঃ “বাবিকে মুক্ত কর!Alma Zohar, una nota cantautrice israeliana, ha pubblicato una foto mentre tiene in mano un cartello che dice: “Babi libero!
35নিরপরাধদের কারাগারে রাখার জন্য তোমার আমার অনেক পয়সা খরচ হয়!”Tenere degli innocenti in prigione costa molti soldi a voi e a me!”
36২৩ জুলাই ওয়ান স্ট্রং ব্ল্যাক নাটকের পরিচালক ও নির্দেশকগণ বাবিকে দেখতে গিভোন কারাগারে যান এবং তাকে মুক্ত করার চলমান প্রচারণা সম্পর্কে তাকে অবহিত করেন।I produttori e registi dello spettacolo One Strong Black hanno fatto visita a Babi nella prigione di Giv'on il 23 luglio e lo hanno informato della campagna in corso per la sua liberazione.
37২৪ তারিখে বাবিকে শাওমিম ইন্টারমেন্ট কারাগারে স্থানান্তর করা হবে।Il suo trasferimento al campo di internamento di Sahaornim era previsto per il 24 luglio.
38প্রচারণা তুরস্ক, তিউনিসিয়া এবং গ্রীসেও ছড়িয়ে পড়েছে।La campagna ha ricevuto attenzione anche in Turchia, Tunisia e Grecia.
39সিমজ এবং ভুলকান তুরস্কের ইজমির থেকে তাদের নিজেদের এ ছবিটি পাঠিয়েছেন।Simge and Vulkan da Izmir, Turchia, hanno inviato questa foto.
40এটর্নি জেনারেল ওয়েস্টিনের ছবির এ ব্যংগচিত্রটি তৈরি করেছেন জন ব্রাউনঃJohn Brown ha creato questo meme usando l'immagine del Procuratore Generale Weinstein:
41“সারাজীবনের জন্য নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করে রাখাকে আমি সব সময় অনুমোদন করি না কিন্তু কালো হলে অন্য কথা”“Non sono sempre d'accordo a rinchiudere in prigione a vita persone innocenti. Ma quando lo faccio, sono sempre neri”
42সর্বশেষ: রাজপথ ও অনলাইন প্রচারণার ফলশ্রুতিতে ২৪ জুলাই, ২০১৩ তারিখে বাবিকে শ্যারনিম ইন্টারমেন্ট ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়েছে।AGGIORNAMENTO: A seguito della campagna on e offline, Babi è stato rilasciato dal campo di internamento di Saharonim nella notte del 24 luglio 2013.
43যে প্রক্রিয়ায় তাকে বিচারবিহীন অবস্থায় অনির্দিস্টকালের জন্য অন্তরীণ রাখা হয়েছিল তা এখনো কার্যকর আছে এবং শরণার্থীদের উপর প্রয়োগ করা হচ্ছে।La normativa che lo ha messo in prigione a tempo indeterminato e senza processo è tuttavia ancora in vigore ed è applicata agli altri rifugiati.