# | ben | ita |
---|
1 | ব্রেকিং: কায়রো শহরের কেন্দ্রস্থলে বড় ধরণের বিস্ফোরণ | Egitto: enorme esplosione nel centro de Il Cairo |
2 | মিশরীয়রা এই মাত্র কায়রো শহরের কেন্দ্রস্থল নাড়িয়ে দেওয়া একটি বড় ধরণের বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছে। | La mattina del 24 gennaio, gli abitanti del Cairo si sono svegliati con il suono di un'enorme esplosione, che si è verificata nel centro della capitale. |
3 | অনলাইনে আলোকচিত্রীদের পোস্ট করা কিছু ছবিতে দিগন্ত বিস্তৃত ক্রমবর্ধমান ধোঁয়ার স্তর দেখা যাচ্ছে। | Le fotografie pubblicate online mostrano un pennacchio di fumo che si innalza all'orizzionte. |
4 | কেউ কেউ গুলির শব্দের কথাও জানিয়েছেন। | Alcuni hanno riferito suoni di spari. |
5 | প্রাথমিক রিপোর্টে বিস্ফোরণটি কায়রো পুলিশ অধিদপ্তরের কাছাকাছি ঘটেছে বলে জানানো হয়েছে। | I primi resoconti riportano che l'esplosione è avvenuta intorno alla Centrale di Polizia del Cairo. |
6 | সাংবাদিক রাওয়া রাঘে তার টিভি প্রতিবেদন তৈরিতে ব্যস্ত ছিলেন: | La giornalista Rawya Rageh, attaccata al proprio schermo televisivo, riporta [en, come i link seguenti, salvo diversa indicazione]: |
7 | মিশরের রাষ্ট্রীয় টিভির সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি কায়রো পুলিশ অধিদপ্তরের খুব কাছাকাছি ঘটেছে। | I testimoni intervistati dalla TV di Stato hanno riferito che l'esplosione si è verificata in prossimità della Centrale di Polizia del Cairo. |
8 | মিশরের রাষ্ট্রীয় টিভিতে প্রশ্ন ও উত্তরের সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা মোটরবাইকে ছিল। যদিও, এই রিপোর্টটির এখনও পর্যন্ত কোন সুত্র উল্লেখ করা হয়নি। | La TV di Stato, nelle domande rivolte ai testimoni, parla di uomini armati su motociclette, ma il dato non è ancora stato confermato. |
9 | যত দূর সম্ভব, তথ্যটি অসম্পূর্ণ। | Le informazioni finora sono frammentarie. |
10 | কায়রোর অধিবাসীরা অনলাইনে এ ব্যাপারে তথ্য জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। | Sul web, gli abitanti del Cairo sono alla continua ricerca di aggiornamenti. |
11 | মোহাম্মদ আব্দেল ফাত্তাহ জিজ্ঞেস করেছেন: | L'utente Mohamed Abdelfattah chiede: |
12 | আমি যা শুনেছি কেউ কি তা শুনেছেন? | Merda, qualcuno ha sentito quello che ho sentito io? |
13 | আমি যার শব্দে জেগে উঠেছি, সেটা কি কোন বিস্ফোরণ ছিল? | Era un'esplosione quella che mi ha svegliato? |
14 | রানিয়া হাফেজ রিপোর্ট করেছেন: | L'utente Rania Hafez riferisce: |
15 | কিছু সময়ের জন্য বাড়িটিতে কম্পন শুরু হয়েছিল। | La casa è andata avanti a tremare per un breve istante. |
16 | কায়রো লাইভ ২৪/৭ নীচের এই আলোকচিত্রটি শেয়ার করেছে: | Il profilo Twitter di Cairo Live 24/7 ha condiviso questa fotografia: |
17 | কায়রো শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে। | Esplosione nel centro città del Cairo. |
18 | শহরের কেন্দ্রস্থলের প্রায় ১ কিলোমিটার উত্তর থেকে ধোঁয়ার মেঘ দেখা যাচ্ছে। | Un largo pennacchio di fumo circa 1 km a nord del centro città. |
19 | এছাড়াও এই আলোকচিত্রটি চক্রটির কথাই বলছে: | Anche questa fotografia sta facendo il giro della rete: |
20 | @Bassem_Sabrypic.twitter.com/xYh3kHlOjN | @Bassem_Sabry pic.twitter.com/xYh3kHlOjN |
21 | - kha sf (@khasafy) January 24, 2014 | - kha sf (@khasafy) 24 Gennaio 2014 |
22 | আর মাহমুদ সাবের বলেছেন, এটি শুধুমাত্র কায়রোর পুলিশ অধিদপ্তরের কাছেই হতে পারে: | E l'utente Mahmoud Saber dice che può provenire solamente dalla Centrale di Polizia del Cairo [ar]: |
23 | আমি আমার জানালার বাইরে থাকা ধোঁয়ার দিকে তাকিয়ে আছি। | Sto guardando il fumo fuori dalla mia finestra. |
24 | কায়রো পুলিশ অধিদপ্তরের দিক থেকে সেগুলো আসছে। | Sembra provenire dalla Centrale di Polizia del Cairo. |
25 | সেদিকে পুলিশ অধিদপ্তর ব্যতীত অন্য আর কিছু নেই। | Non c'è niente in quella direzione fatta eccezione per la centrale di polizia. |