# | ben | ita |
---|
1 | আফ্রিকার শীর্ষ রাজনৈতিক টুইটার ব্যবহারকারী? | Africa: quali i maggiori pionieri politici su Twitter? |
2 | চলুন গার্ডিয়ানের তালিকা ত্রুটিমুক্ত করি ৩০ অক্টোবর ২০১২ দ্যা গার্ডিয়ান পত্রিকায় “আফ্রিকার শীর্ষ টুইটার ব্যবহারকারী: “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয় । | Il 30 ottobre scorso, il quotidiano inglese The Guardian ha pubblicato un articolo sugli “Utenti Twitter africani più popolari: pionieri della politica nell'epoca del dibattito digitale” [en, come i link successivi]. |
3 | দ্যা গার্ডিয়ানের ডেভিড স্মিথ কি এই নমুনা দিয়ে খুব সহজেই পার পেয়ে যাবেন? | Vi state chiedendo se David Smith abbia scritto questo pezzo troppo frettolosamente? |
4 | গ্লোবাল ভয়েসেসের সাব সাহারান আফ্রিকার ব্লগারেরা অন্তত তাই মনে করেন। | I blogger di Global Voices che seguono l'Africa sub-sahariana ritengono di sì. |
5 | এই তালিকা থেকে বেশ কিছু দেশকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে একজনও ফ্রাঙ্কোফোন অথবা লুসোফোন রাজনীতিবিদের নাম নেই। | Molti Paesi non sono stati minimamente menzionati e la lista non include alcun politico francofono o lusofono. |
6 | এছাড়া নারীরা কোথায়? আফ্রিকার নারী রাজনীতিবিদরাও এগিয়ে যাচ্ছেন। | E che dire della presenza delle donne, in continua crescita nella politica africana? |
7 | বর্তমানে মালাউই ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট মহিলা, যেখানে অতি সাম্প্রতিক সময়ে আফ্রিকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ না পেরুনো একজন উগান্ডান তরুণী। | Attualmente, i presidenti del Malawi e della Liberia sono donne, mentre un'adolescente ugandese è diventata la parlamentare più giovane d'Africa. |
8 | গুরুত্বপূর্ণ জনগণ এবং দেশগুলো কি সত্যিই দ্যা গার্ডিয়ানের তালিকায় চিহ্নিত হয়েছে? | Ci si chiede se i Paesi al centro della cronaca e i personaggi di spicco non trovino posto nella lista del Guardian. |
9 | তালিকাটিতে কোন রাজনীতিবিদদের* প্রকৃতই থাকা উচিৎ? | Quali politici* dovrebbero figurarvi? |
10 | সেখানেও অনুসারী বনাম সম্পৃক্ততা বিষয়টিও বিবেচ্য । | Altro punto controverso è la diatriba “follower contro impegno”. |
11 | যেহেতু তালিকাটি আসলেই “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” এর সম্পর্কে তাই আমাদের গোত্রের কিছু সদস্য লক্ষ্য করেছেন যে অনুসারীদের সংখ্যা এবং বিতর্ক /সম্পৃক্ততা মাঝে বড় ধরণের পার্থক্য থাকতে পারে। | Alcuni membri della nostra community hanno fatto notare che esiste una notevole differenza tra il numero di follower e l'incidenza del dibattito o dell'impegno in campo sociopolitico, poiché la lista comprende “i pionieri della politica nell'epoca del dibattito digitale”. |
12 | একজন সদস্য বলেছেনঃ | Così commentato uno di loro: |
13 | কেনিয়ার মার্থা কারুয়ার মতো রাজনীতিবিদরা আরও বেশী টুইটারে যুক্ত হচ্ছেন, যদিও তাদের অনুসারীর সংখ্যা অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের চেয়ে অনেক কম। | Su Twitter, politici come la kenyota Martha Karua sono più coinvolgenti nonostante abbiano meno follower dei quelli più popolari. |
14 | মার্চ ২০১১, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাজামি মুসানজে শহরের ইবিরুঙ্গা টেনিস কোর্টে শিশুদের সাথে সাক্ষাৎ করেন। একজন কেনিয়ান ব্লগারের পাঠানো টুইটার আমন্ত্রণে তিনি সেখানে যান। | Il presidente del Ruanda Paul Kagame incontra dei bambini presso l'impianto tennistico Ibirunga di Musanze Town dopo aver accettato un invito su Twitter inviatogli da un blogger kenyota nel marzo 2011. |
15 | ছবিটি স্যাভিকেনিয়ার সৌজন্যে । | Foto di SavyKenya, ripresa dietro autorizzazione. |
16 | আমরা আরো বেশী বুদ্ধি-শক্তি সম্পন্ন একটি ব্যাপক বিকল্প তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও এতে অবদান রাখতে পারেনঃ | Abbiamo deciso di lanciare un'iniziativa aperta al pubblico atta alla realizzazione di una lista alternativa, aperta a chiunque voglia contribuire. |
17 | যখন আপনি একজন রাজনীতিবিদকে এই তালিকায় যোগ করবেন, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো সরবরাহ করুনঃ | Quando si aggiunge un politico al documento, è necessario fornire le seguenti informazioni: |
18 | তালিকাতে নাম যোগ করে অথবা আফ্রিকার ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূত হিসেবে কাদের বিবেচনা করা উচিৎ তা নির্বাচনের সর্বোত্তম পদ্ধতির প্রস্তাব করে অনুগ্রহ করে আমাদের সাথে অংশ নিন। | Collaborate a questa iniziativa contribuendo all'espansione della lista o suggerendo il modo migliore per selezionare le personalità che dovrebbero essere considerate “pionieri della politica africana nell'epoca del dibattito digitale”. |
19 | *আমরা সক্রিয় রাজনীতিবিদদের (রাজনৈতিক টুইপকারি অথবা নেতাদের নয়) উপর মনোযোগ দিচ্ছি। | * L'idea è limitarsi ai soggetti politici in attività (non su messaggi riguardanti la politica né su leader pubblici). |