Sentence alignment for gv-ben-20110630-18502.xml (html) - gv-ita-20110615-41209.xml (html)

#benita
1মিশর: টুইটারের সম্ভাবনা পর্যালোচনা করাEgitto: gli utenti twitter si incontrano per discutere di islamismo
2আমাদের এই লেখাটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা বিশেষ কাভারেজের অংশ।Uno dei successi della rivoluzione egiziana [it] nell'ambito dei social media è certamente l'aver avvicinato migliaia di egiziani a Twitter, il popolare servizio di microblogging.
3যদি কোন একটা ক্ষেত্রে সাম্প্রতিক মিশরের বিপ্লব ‘চক্ষু উন্মোচক' হিসাবে কাজ করেছে সামাজিক মিডিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কিভাবে হাজার হাজার মিশরীয় ক্ষুদ্র ব্লগের ওয়েবসাইট টুইটারের সাথে পরিচিত হয়েছে। তিন মাসের কিছু বেশী সময়ে, মিশরের টুইটার জগত কেবল আকারে বাড়েনি, বরং বিষয়বস্তু আর ভিন্নতার দিক থেকেও বেড়েছে।In poco più di tre mesi, la twittosfera egiziana è cresciuta non solo in numero di utenti, ma anche in contenuti e versatilità; così, ciò che era nato come piccola e tranquilla comunità si è trasformata in una vivace arena sociopolitica aperta a ogni tipo di discussione e virtualmente priva di tabù e “zone rosse”.
4যা শুরু হয়েছিল একটা সাধারন, কম- পরিসরের গোত্র হিসাবে, সেটি দ্রুত একটা সরব সামাজিক- রাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে, যেখানে সব কিছু আলোচনার জন্য উন্মুক্ত আছে আর যেখানে আসলে কোন কিছু নিষিদ্ধ বা লাল দাগ টানা নেই।Alaa Abd El Fattah (@alaa) [en/ar], blogger e utente Twitter molto attivo, ha dunque deciso di unire il meglio dei due mondi, Twitter e Piazza Tahrir, in un'unica esperienza.
5এইসব আলোচনার বিষয় মিশরের একজন সক্রিয় ব্লগার আর টুইটার ব্যবহারকারী আলা আবদ এল ফাত্তাহকে উজ্জীবিত করেছে (@আলা) দুই জগতের সব থেকে ভালোটা আনতে - টুইটার আর তাহরির স্কোয়ার- একই ছাতার নীচে। এর ফল হলো টুইট নাদোয়া- সেমিনারের মতো একটা সভা যা সম্পর্কে আব্দ এল ফাত্তাহ একটা ব্লগ পোস্টে মূল কথা তুলে ধরেছেন ‘একই ধরনের লোক, একত্র হচ্ছে' শিরোনামে।Il risultato è la Tweet Nadwa [en/ar], una convegno di tipo seminariale le cui linee guida vengono tracciate in un post [ar] di Abd El Fattah dal titolo “Birds of a Feather, Meet Together” [equivalente all'espressione italiana: Dio li fa e poi li accoppia].
6কায়রোর ধনী এলাকা ডোক্কিতে সেন্টার ফর ডেভেলপমেন্ট সাপোর্টে ২০১১ এর ১২ জুন এই সমাবেশ হয়।L'incontro si è tenuto lo scorso 12 giugno al Centro di Supporto per lo Sviluppo nel benestante quartiere cairota di Dokki.
7এই পর্যায়ের আলোচ্য বিষয় ছিল ইসলামপন্থীদের নিয়ে।Argomento principale, l'islamismo [it].
8এরইমধ্যে টুইটারে অনেক সাড়া জাগিয়েছে বিষয়টি যেখানে ইসলামপন্থীদের নিয়ে আলোচনা চলছে - মিশরীয় সমাজে তাদের কিভাবে দেখা হচ্ছে থেকে তারা কিভাবে একটা নাগরিক আর গণতান্ত্রিক বিপ্লবের পরের মিশরের কল্পনা করছেন এইসব কিছু।Il dibattito, già molto attivo su Twitter, ha toccato vari aspetti, dal modo in cui gli islamisti vengono percepiti nella società egiziana alla loro visione di un Egitto post-rivoluzionario civile e democratico.
9এটাই স্বাভাবিক যে আব্দ এল ফাত্তাহ সিদ্ধান্ত নেন টুইটারের কিছু নামকরা ইসলামপন্থীদের আমন্ত্রণের এইসকল বিষয়ে যে ধোঁয়াটে ভাব আছে তা পরিষ্কার করার জন্য।Alcuni degli islamisti più in vista su Twitter sono stati invitati per fare chiarezza su diverse questioni.
10বক্তাদের মধ্যে ছিলেন ইব্রাহিম হুদাইবি, গার্জিয়ানের মুক্ত কলাম লেখক আর মুসলিম ব্রাদারহুদের দ্বিতীয় জেনারেল গাইড (এমবি) হাসান হুদাইবির প্রৌপুত্র, আর সাংবাদিক আব্দেল মোনিম মাহমুদ ও আহমেদ সামির - আগের জন ভূতাপেক্ষ এমবি আর পরের জন এখনো এই দলের সদস্য।Tra questi Ibrahim Houdaiby [en/ar], opinionista freelance per il Guardian e nipote di Hassan Houdaiby (la seconda Guida Generale dei Fratelli Musulmani) e i giornalisti Abdel Moneim Mahmoud [en/ar], ex membro della Fratellanza Musulmana, e Ahmed Samir [ar], tuttora parte dell'organizzazione religiosa.
11তিন ঘন্টার উপরে বক্তারা মুসলিম ব্রাদারহুডের সাথে তাদের সম্পর্ক আলোচনা করেছেন, মিশরের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গী থেকে তাদের অর্থনৈতিক দৃষ্টি আর এরই সাথে চতুর প্রশ্নের মুখোমুখি হয়েছেন মিশরে এমবি দ্বারা শাসিত সমাজে নাগরিক অধিকারের ব্যাপারে।Nell'arco di tre ore, i relatori hanno discusso di questioni legate al futuro delle libertà civili in un Egitto guidato dai Fratelli Musulmani, del proprio legame con questi ultimi, e della propria concezione dell'economia egiziana da una prospettiva islamica.
12টুইটারের ধরনে, বক্তা আর অংশগ্রহণকারীদের মাত্র ১৪০ সেকেন্ডে সাড়া দেয়ার সুযোগ দেয়া হয়েছিল প্রতি প্রশ্নের (এটা টুইটারের প্রতি টুইটে ১৪০ টা অক্ষর লেখার ব্যাপারটা) আর বক্তাদের জন্য তালি মারার পরিবর্তে, অংশগ্রহণকারীরা তাদের হাত নেড়ে পুনর্বার টুইট বার্তা পাঠানোর (রিটুইট করার) ব্যাপারে আগ্রহ জানিয়েছেন।Come accade su Twitter, dove uno status non può superare i 140 caratteri, tutti gli interventi dovevano rispettare precisi limiti di tempo (140 secondi), mentre l'alzata di mano ha sostituito i canonici applausi, a simulare il retweet [il rilancio di un messaggio twitter].
13এর সাথে ভীড়ে ভরা কামরায় একটা বড় স্ক্রিন যেখানে ‘টুইট নাওদা'র জন্য তৈরি করা টুইটারের পাতা দেখানো হয়েছে, যেখানে বক্তব্য, ছবি আর সভার ভিডিও আপডেট করা হয়েছে।Un grande schermo proiettato su una delle pareti dell'affollatissima stanza mostrava inoltre la pagina Twitter dedicata alla Tweet Nadwa, per seguire in diretta gli interventi dei presenti tramite impressioni, foto e video dell'evento.
14অংশগ্রহণকারীরা সভার প্রশংসা করেছেন যেখানে হুসেন আদেল ফাহমির মতো ব্যবহারকারীরা জানিয়েছেন যে:La maggior parte dei partecipanti ha valutato l'incontro positivamente. Hussein Adel Fahmy [en, come tutti i link tranne ove diversamente indicato] è uno di questi:
15#টুইট নাদোয়া নতুন আর দারুন প্রচেষ্টা।#tweetnadwa è un'iniziativa fantastica e innovativa.
16আমার মত হলো মিশরের ইসলামী ইতিহাস নাগরিক রাষ্ট্রের ধারনার সাথে সংঘাত করতে পারে না।Secondo me, il retroterra islamico dell'Egitto non dovrebbe confliggere con l'idea di uno stato civico.
17Alaa Abd El Fattah at the Tweet Nadwa.Alaa Abd El Fattah alla Tweet Nadwa.
18Picture by Dr Mostafa Hussein.Foto di Mostafa Hussein.
19ডঃ মুস্তাফা হোসেন নাদোয়ার ছবি দিতে গিয়ে সভার সঞ্চালক হিসাবে আব্দেল ফাতাহর অংশগ্রহনের প্রশংসা করেছেন।Moustafa Hussein elogia la performance di moderatore di Abdel Fattah e condivide una foto dell'evento: Un folto pubblico per #tweetnadwa.
20#টুইটনাদোয়া তে অনেকে অংশ নিয়েছেন এবং @আলা একজন ভালো সন্চালক। http://twitpic.com/5arcqj@alaa è un buon terapista di gruppo. http://twitpic.com/5arcqj
21আর মাই জিনির মতো ব্যবহারকারিরা বলেছেন যে:Anche Mai Zeiny è soddisfatta:
22#টুইটনাদোয়া বড় সাফল্য পেয়েছে, তাহরিরের মূল ভাব ফিরে এসেছে।#tweetnadwa è stato un grande successo, è tornato lo spirito di piazza Tahrir.
23অংশগ্রহনকারীদের মধ্যে ভিন্নতা আর দারুন আলোচনা!Pubblico variegato e dibattito interessante!
24ধন্যবাদ @আলা @মানাল আর সবাইকেGrazie @alaa, @manal e a tutti gli altri
25আব্দেল ফাত্তাহ জানিয়েছেন যে আবার এই ধরনের টুইটারের আলোচনা হবে:Abd El Fattah, infine, fa sapere che ci saranno altri incontri del genere:
26দারুন একটা #টুইটনাদোয়া অনুষ্ঠানের জন্যে সবাইকে ধন্যবাদ, আমরা ইন্টারনেট বিহীন কিন্তু শীঘ্র পরেরটার কথা আলোচনা করবো।Grande #tweetnadwa, grazie a tutti. Ora non ho una connessione Internet ma presto ne riparleremo.
27এরপর তিনি আবার ভার্চুয়াল পৃথিবীর কাছে ফিরে যান।Questo post fa parte del nostro speciale sulla rivoluzione egiziana 2011.