Sentence alignment for gv-ben-20120501-25908.xml (html) - gv-ita-20120429-58336.xml (html)

#benita
1বাহরাইন: আব্দুলহাদি আলখাওয়াজা কোথায়?Bahrain: dov'è Abdulhadi Alkhawaja?
2কিছু দিন ধরে ৮ই ফেব্রুয়ারি থেকে অনশন-ধর্মঘটে থাকা কারারুদ্ধ বাহরাইনের মানবাধিকার এক্টিভিস্ট এবং বিরোধীদলীয় নেতা আব্দুলহাদি আলখোয়াজার কোন খবর নেই।Già da alcuni giorni non si hanno notizie di Abdulhadi Alkhawaja, attivista per i diritti umani e leader dell'opposizione bahrainiano in sciopero della fame [en, come gli altri link] dall'8 febbraio.
3যাবজ্জীবন কারাদণ্ডে গতবছরে দণ্ডিত আলখোয়াজাকে হয়তো আটক অবস্থায় শারীরিক এবং যৌন নির্যাতন করা হচ্ছে এবং হয় তাকে জোর করে খাওয়ানো হচ্ছে অথবা তিনি গুরুতর অবস্থায় রয়েছেন বলে আশংকা করা হচ্ছে। অনশন-ধর্মঘট:Si teme che l'attivista - condannato l'anno scorso all'ergastolo e, pare, sottoposto anche a torture fisiche e sessuali durante la detenzione - sia in condizioni critiche o costretto all'alimentazione forzata.
4৮ই ফেব্রুয়ারী একটি অনশন-ধর্মঘট শুরু করে আলখাওয়াজা পরিষ্কার করে দেন যে তার মুক্তি না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। তার পরিবারের মতে তিনি তাদেরকে তার মৃত্যু মেনে নেয়ার জন্যে প্রস্তুত করছেন।Sciopero della fame L'8 febbraio Alkhawaja ha iniziato uno sciopero della fame, dichiarando che non l'avrebbe cessato fino al suo rilascio; secondo i familiari, l'attivista li ha preparati all'accettazione della sua morte.
5২৩শে এপ্রিল থেকে আলখাওয়াজা পরিবারের কাছে তার সম্পর্কে কোন খবর নেই এবং কর্তৃপক্ষ দেখা-সাক্ষাতের অনুরোধগুলো প্রত্যাখ্যান করছে।Dal 23 aprile non hanno più avuto notizie al suo riguardo, ed è stata negata qualsiasi richiesta di visita.
6সরকারের কাছ থেকে অনতিবিলম্বে উত্তরের দাবিতে হাজার হাজার মানুষ হ্যাশট্যাগ #আলখোয়াজাকোথায় ব্যবহার করে টুইট করছেন।La preoccupazione sale, e in migliaia stanno commentando l'hashtag #WhereIsAlKhawaja, pretendendo una risposta immediata dal governo.
7ফ্রন্টলাইনডিফেন্ডা্রসসহ সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা আলখাওয়াজা সম্পর্কে তথ্যের আহ্বানের সঙ্গে যোগদান করেছে।Le organizzazioni per i diritti umani nel mondo (compresa Front Line Defenders) si sono unite nella richiesta di informazioni sull'attivista bahrainiano.
8খাদিজার ভালবাসার টুইট:I post d'amore di Khadija
9আব্দুলহাদি আলখাওয়াজা এবং তার স্ত্রী খাদিজা আলমুসাভি।Abdulhadi Alkhawaja e sua moglie Khadija Almousawi.
10খাদিজা আলমুসাভি'র টুইটার অবতার (@তুবলানি২০১০)।L'avatar di Khadija Almousawi su Twitter (@tublani2010).
11আলখাওয়াজার স্ত্রী খাদিজা আলমুসাভি তার স্বামীর উদ্দেশ্য বার্তা পাঠানোর জন্যে তার টুইটার একাউন্ট (@তুবলানি২০১০) ব্যবহার করেন।Khadija Almousawi, moglie di Alkhawaja, sta utilizzando il suo account di Twitter (@tublani2010) per mandare messaggi al marito.
12একটি টুইটে তিনি @এংরিএরাবিয়া হিসেবে টুইট করা এবং পিতার জন্যে এক-নারী বিক্ষোভের পর বর্তমানে আটক তার মেয়ে জায়নাবের কথা উল্লেখ করেন:In un post ha citato la figlia Zainab, (@angryarabiya su Twitter) finita in carcere in seguito ad una manifestazione femminile per il padre:
13@তুবলানি২০১০: প্রিয় হাদি, আজ আমাদের ডাইনিং টেবিল প্রসারিত করার প্রয়োজন নেই।@tublani2010: Caro Hadi, oggi non abbiamo bisogno di allargare il nostro tavolo da pranzo.
14পরিবার সঙ্কুচিত হয়েছে।La famiglia si è ristretta.
15জায়নাব জেলে আছে।Zainab è in carcere.
16তোমার অনুপস্থিতি এবং অভাব অনুভব করছে।Neanche tu ci sei.
17অন্যান্য টুইটে তিনি বলেন:In altri post scrive:
18@তুবলানি২০১০: প্রিয় হাদি, (সরকারী) কর্মকর্তারা আমাকে বলছে যে তুমি ভাল আছ।@tublani2010: Caro Hadi, ho sentito dire dagli ufficiali che stai bene.
19কিন্তু আমার এটা তোমার কাছ থেকে শোনা দরকার।Ma ho bisogno di sentirmelo dire da te.
20তুমি কখনো মিথ্যা বলো না। তারা সবসময় বলে।Tu non menti mai, loro lo fanno sempre.
21তুমি কেন আমাকে ফোন করো না?Perché non puoi chiamarmi?
22@তুবলানি২০১০: প্রিয় স্বামী: তুমি যেখানেই থাক না কেন, তোমার বিছানা থেকেই স্বাধীনতার জন্যে যুদ্ধ চালিয়ে যাও।@tublani2010: Caro marito: continua la tua battaglia per la libertà dal letto in cui sei sempre stato.
23যদি তুমি এখনো এখানে থেকে থাক।Se sei ancora qui.
24@তুবলানি২০১০: প্রিয় হাদি, আমি ১০০% তোমার পাশে থাকব এবং আমি ১০০% তোমাকে সমর্থন করব।@tublani2010: Caro Hadi, ti sostengo al 100% e ti supporterò al 100%, mi manchi.
25শুধু তোমার অভাব অনুভব করছি। তোমার হাসি, তোমার দয়ার অভাব অনুভব করছিMi manca il tuo sorriso, mi manca la tua cortesia
26বাহরাইনী সংহতি অনেক বাহরাইনী এমনকি এর আগে জায়নাব আলখোয়াজাকে নিয়ে তর্ক করা সুহাইল আলগোসাইবি'র মতো ব্লগাররাও আলখাওয়াজার অবস্থা সম্পর্কে তাদের আশংকা ব্যক্ত করেছেন:Solidarietà dai bahrainiani Molti bahrainiani hanno manifestato preoccupazione per le condizioni di Alkhawaja, addirittura lo stesso blogger Suhail Algosaibi, che aveva già avuto uno scontro con Zainab Alkhawaja:
27@সুহাইলআলগোসাইবি: আব্দুলহাদি মারা গেলে সেটা #বাহরাইনের জন্যে একটি দুর্যোগ হবে।@SuhailAlgosaibi: Se Abdulhadi muore sarà una tragedia in #bahrain.
28#আলখোয়াজাকোথায়#WhereIsAlKhawaja
29বাহরাইনী কার্টুনশিল্পী আলী আল বাজ্জাজ আলখাওয়াজা সম্পর্কে অনেকগুলো কাজ করেছেন এবং গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজাকে দেখানো নিচের কাজটি পুন:টুইট হয়েছে ব্যাপকভাবে।Il vignettista bahrainiano Ali Al Bazzaz ha realizzato una serie di opere su Alkhawaja; la vignetta qui di seguito, raffigurante Alkhawaja insieme a Gandhi e Mandela, è stata già condivisa più volte su Twitter.
30গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজা।Alkhawaja con Gandhi e Mandela.
31ছবি @বাজ্জাজ৩২Immagine di @bazzaz32
32জোর করে খাওয়ানো?Alimentazione forzata?
33নির্বাসিত জীবন যাপন করা আব্দুলহাদির আরেকটি মেয়ে মারিয়াম আলখাওয়াজা তার আশংকা ব্যক্ত করেছেন যে হয় তার পিতার অবস্থা গুরুতর নয় তো তাকে জোর করে খাওয়ানো হচ্ছে।Maryam Alkhawaja, un'altra figlia di Abdulhadi (al momento in esilio), ha manifestato il suo timore nei confronti della situazione del padre, che potrebbe trovarsi in condizioni critiche oppure essere costretto ad alimentazione forzata.
34তিনি বলেন, “আমি জানি যে আমার বাবার স্বেচ্ছায় কোন কিছুই পান করবেন অথবা খাবেন না, যদি না তাকে তারা জোর করে কিছু একটা দেন।”Maryam afferma: “So che mio padre non ha intenzione di bere né mangiare nulla volontariamente; se assume qualcosa significa che è costretto contro la sua volontà.”
35বাহরাইনের প্রধানমন্ত্রীর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার আলখাওয়াজার পরিস্থিতির উপর বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে। তিনি বাহরাইনের বিক্ষোভকারীদেরকে সন্ত্রাসী অভিহিত করে, বাহরাইন সংক্রান্ত বিষয়ে পাশ্চাত্য হস্তক্ষেপ সহ্য না করার উপর জোর দিয়ে বলেন যে আলখাওয়াজা ভাল আছেন এবং তরল (খাদ্য) গ্রহণ করছেন।Il dibattito sulla situazione di Alkhawaja è stato fomentato da una recente intervista al primo ministro del Bahrain, che ha definito “terroristi” i manifestanti del suo Paese; egli ha inoltre asserito che non tollererebbe un'intromissione dell'Occidente negli affari del Bahrain, e ha aggiunto che Alkhawaja è in salute e sta assumendo liquidi.