# | ben | ita |
---|
1 | নারী অধিকারকর্মী: কিরঘিজস্তানে আমাদের নিজস্ব গল্পগুলো | Kirghizistan: giovani attiviste raccontano la loro storia con i nuovi media |
2 | রাইজিং ভয়সেস ক্ষুদ্রঋণপ্রাপ্ত প্রকল্পের সংবাদ | Aggiornamento sul Progetto beneficiario di Rising Voices |
3 | প্রথমবারের মতো কর্মশালা অনুষ্ঠিত হলো। | Primo workshop. |
4 | গার্লস অ্যাক্টিভিটিজ অব কিরঘিজস্তানের সৌজন্যে ছবিটি প্রকাশিত। | Foto gentilmente concessa dalle ragazze attiviste del Kirghizistan e utilizzata con il loro consenso. |
5 | অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা কিরঘিজস্তানের নারী অধিকারকর্মী। | Siamo un gruppo di ragazze provenienti dal Kirghizistan e lottiamo per l'uguaglianza tra ragazzi e ragazze. |
6 | আমরা ছেলেমেয়েদের মধ্যে সমানাধিকার দাবিতে আন্দোলন করছি। | Ci battiamo per un mondo senza violenza, odio, ingiustizia e discriminazione. |
7 | সারা পৃথিবী থেকে সহিংসতা, ঘৃণা, বৈষম্য, অবিচার দূর করতে লড়াই করছি। | Il Kirghizistan [it] è una piccola regione montagnosa dell'Asia Centrale che versa in molte difficoltà. |
8 | মধ্য এশিয়ার পাহাড়ঘেরা দেশ কিরঘিজস্তানের রয়েছে হাজার সমস্যা। | In parecchi avvertono il rifiuto del governo ad ascoltare i giovani quando devono prendere decisioni su qualcosa che li riguarda. |
9 | দেশের অনেক মানুষই মনে করেন, সরকার তরুণদের দাবি-দাওয়ার প্রতি উদাসিন। | Pochi sanno quanto sia dura la vita nei villaggi per le ragazze. |
10 | তবে তাদের নেয়া সিদ্ধান্ত তরুণদের ওপর ভালোই প্রভাব ফেলে। তাছাড়া দেশের খুব কম লোকই জানেন গ্রামের নারীরা কী ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনধারণ করেন। | Per questo con il nostro progetto ‘Our stories themselves' collaboriamo con ragazze provenienti da diversi luoghi del Kirghizistan, affinché possano scrivere su di loro e documentare la propria vita nei villaggi attraverso video, articoli su blog e foto. |
11 | আর এই কারণেই আমাদের এই প্রজেক্ট- আমাদের একান্ত গল্পগুলো। | A luglio abbiamo invitato a partecipare al progetto ragazze provenienti da tre diversi villaggi kirghizi. |
12 | কিরঘিজস্তানের বিভিন্ন প্রান্তের গ্রামের মেয়েরা এই প্রজেক্টে কাজ করছেন। | Da allora, abbiamo programmando le nostre prossime attività: come e quando verranno effettuati tirocini per ragazze di Bishkek. |
13 | তারা ব্লগ পোস্ট, ছবি এবং ভিডিও'র মাধ্যমে তাদের জীবনের গল্পগুলো বলবেন। গত জুলাই মাসে আমরা আমাদের প্রজেক্টে কিরঘিজস্তানের তিনটি গ্রামের নারীদের অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। | Durante questi tirocini mostreremo loro come usare WordPress per pubblicare le loro storie sul nostro blog, insieme a foto, video e audio, e scrivere note da smartphone e poi condividerle su Facebook o Twitter. |
14 | এরপরেই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের পরিকল্পনা করি। | Le ragazze degli altri due villaggi non possono partecipare. |
15 | আমরা বিশকেক-এর নারীদের কখন, কোথায় প্রশিক্ষণ দিবো, সেটার উদ্যোগ নিই। | Ci sono state polemiche con genitori che hanno punti di vista patriarcali e conservatori nei confronti dei propri figli. |
16 | প্রশিক্ষণে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তাদের গল্পগুলো কীভাবে ব্লগ পোস্ট আকারে, অথবা ভিডিও এবং ছবি আকারে দেয়া যাবে, তা আমরা তাদের শিখাবো। | |
17 | তাছাড়া স্মার্টফোনে কীভাবে নোট লিখতে হয়, তাও শেখাবো। ফেসবুক এবং টুইটারে পোস্ট কীভাবে শেয়ার করতে হয়, সেটাও দেখাবো। | Alcuni di essi hanno categoricamente impedito alle loro figlie di venire in città a partecipare ai tirocini perché trovavano la cosa inutile. |
18 | যদিও দু'টি গ্রামের নারীরা কর্মশালায় অংশ নিতে পারেননি। | Desideriamo incontrare questi genitori e spiegare loro quanto sia importante che le ragazze partecipino. |
19 | এই নারীদের মা-বাবা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অধিকারী। তাছাড়া তারা তাদের সন্তানদের ব্যাপারে খুবই রক্ষণশীলও। | Molte ragazze devono lavorare ogni giorno per guadagnare soldi e aiutare la propria famiglia, mentre altre hanno degli obblighi da assolvere in casa. |
20 | কিছু বাবা-মা তাদের সন্তানদেরকে শহরে এসে প্রশিক্ষণ নেয়ার ব্যাপারটি অনুমোদন করেননি। এটাকে তারা অপ্রয়োজনীয় ভেবেছেন। | C'è chi si deve occupare della pulizia della casa o badare ai propri fratelli e sorelle, o mungere le vacche o prendersi cura del gregge di pecore. |
21 | আমরা এই বাবা-মা'দের সাথে কথা বলেছি। | Ma queste ragazze vogliono davvero fare questo genere di cose? |
22 | তাদের বোঝাতে চেষ্টা করেছি, এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ তাদের মেয়েদের জন্য কতো গুরুত্বপূর্ণ। | |
23 | অনেক নারীই অর্থ উর্পাজনের মাধ্যমে সংসারে সহযোগিতা করতে প্রতিদিন কাজ করেন। | |
24 | অনেকে আবার বাধ্য হয়ে করেন। | Nessuno gliel'ha chiesto. |
25 | কেউ আবার ঘরদোর পরিষ্কার কাজে সাহায্য করে। | Le ragazze contribuiscono alla sopravvivenza del villaggio. |
26 | কেউ আবার ছোট ভাইবোনদের দেখাশোনা করেন। | Discutiamo anche di storie. |
27 | কেউ আবার গরুর পাল দেখাশোনা করেন। | Quale messaggio volevano condividere con i loro racconti? |
28 | কিন্তু তারা কি এগুলো করতে চায়? | Cosa è importante per loro e cosa temono? |
29 | কেউ-ই তাদের কাছে এটা জানতে চায়নি। | Come vivono e quali problemi affrontano? |
30 | গ্রামের টেকসই জীবনযাত্রা টিকিয়ে রাখতে নারীরা সাহায্য করছে। | Che le ragazze abbiano partecipato in modo attivo è stato un bene. |
31 | আমরা গল্প নিয়ে আলোচনা করেছি। | Che questo sia stato importante per loro. |
32 | আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তারা কি তাদের গল্পগুলো সবার সাথে শেয়ার করতে চায়? | |
33 | তাদের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা কোন বিষয়ে উদ্বিগ্ন? | |
34 | তাদের জীবন কেমন, প্রতিদিন তারা কী চ্যালেঞ্জ মোকাবেলা করে? | Volevano qualcosa da aggiungere o qualcosa da cambiare. |
35 | নারীদের সক্রিয়ভাবে অংশ নেয়ার বিষয়টি বেশ ভালো ছিল। | Credo che la cosa più importante di questo incontro sia l'aver trovato nuovi amici. |
36 | এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। | Ci aiutiamo a vicenda e questo è davvero fantastico. |
37 | তারা নিজেদের জন্য নতুন কিছু যোগ করতে চেয়েছিল, চেয়েছিল কিছু বিষয়ের পরিবর্তন আনতে। | |
38 | আমার ধারনা, এই বৈঠক থেকে আমাদের সবচে' গুরুত্বপূর্ণ অর্জন হলো কিছু নতুন বন্ধু পাওয়া। | |
39 | আমরা একে অপরকে সাহায্য করেছি। পুরো বিষয়টি খুবই মজার ছিলো। | Ha partecipato anche il nostro team di Bishkek. |
40 | বিশকেক-এর আমাদের দলও অংশ নিয়েছিল। আমরা ওয়ার্ডপ্রেসের অনেক কিছুই শিখেছি, যা আগে জানতাম না। | Abbiamo imparato molte cose che non conoscevamo su WordPress e tante altre funzioni utili per smartphone. |
41 | তাছাড়া আমাদের স্মার্টফোনে যে অনেক বুদ্ধিদীপ্ত ফাংশন রয়েছে, সেগুলো সম্পর্কেও জেনেছি। | |
42 | গ্রামের নারীদের পাশাপাশি এই কর্মশালা আমাদের কাছেও মজার ছিল। | È stato importante anche per noi, perché abbiamo esplorato i citizen media insieme alle ragazze dei villaggi. |
43 | এখানে আমরা সবাই শিক্ষক, আমরা সবাই ছাত্র। | Tutti noi eravamo insieme insegnanti e studenti. |