Sentence alignment for gv-ben-20110629-18412.xml (html) - gv-ita-20110704-42112.xml (html)

#benita
1ভিডিওঃ সলেস্টিস উদযাপনVideo: celebrare il solstizio intorno al mondo
2লণ্ঠন, নাচ, ফুল এবং আগুন জ্বলানো হচ্ছে এমন কিছু কর্মকাণ্ড, যার মাধ্যমে সারা বিশ্বে গ্রীষ্ম এবং শীতকালীন সলেস্টিসের (গ্রীষ্ম বা শীতের যে সময়টিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে হেলে থাকে সেই সময়টিকে সলেস্টিস বলে অভিহিত করা হয়) আগমনের সময়টি পালন করা হয়।
3এই ঘটনাটির ক্ষেত্রে কেমন করে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় তা দেখার জন্য চলুন সারা বিশ্ব ঘুরে আসি: স্টোনহেঞ্জ, স্পেনের সেন্ট জনের বহ্নুৎসবের ভোজন, পেরুর ইন্তি রায়মির উৎসব দেখার সাথে সাথে আমরা চিলির উই ট্রিপান্টু-উৎসবে ঘুরে আসব, আর এর সাথে আমরা দেখব রাশিয়ার কুপালা ডে, কিংবা পোল্যান্ডের মিডসামার-এর (গ্রীষ্মকালের ঠিক মাঝামাঝি সময়ের) রাতটিকে।Lanterne, danze, fiori e falò sono stati alcuni degli elementi utilizzati in giro per il mondo durante le celebrazioni del Solstizio d'estate (nell'emisfero boreale) e d'inverno (in quello australe). Attraverso un viaggio ai quattro angoli del pianeta, andiamo a scoprire i vari rituali attraverso i quali questa ricorrenza è stata festeggiata: il solstizio a Stonehenge, i falò della Festa di San Juan in Spagna, l'Inti Raymi in Perù, We Tripantu in Chile, il giorno di Ivan Kupala in Russia e la notte di San Giovanni in Polonia.
4যুক্তরাষ্ট্রে স্টোনহেঞ্জের উপর সলেস্টিস-এর আগমন, ছবি ফ্লিকার ব্যবহারকারী টারো টাইলাররে (সিসিবাই).Alba nel giorno del solstizio a Stonehenge, Regno Unito. Foto di Taro Taylor da Flicker ripresa con licenza Creative Commons BY
5ইংল্যান্ডের স্টোনহেঞ্জ নামক এলাকায় লোকজন পাথরের পাশে একটা মেঘের নীচে জড়ো হয় বছরের সবচেয়ে বড় দিনটিকে গ্রহণ করার জন্য, তারা অনিশ্চিত ভাবে উল্লাস ধ্বনি প্রকাশ করে, কারণ সেখানে এটা বলা খুব কঠিন যে, কখন সেখানে সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দেবে। যেমনটা জানাচ্ছে এ৩(থ্রি)হেডেড মাঙ্কি, যে কিনা এই ভিডিওটি আপলোড করেছে।A Stonehenge in Inghilterra, la gente si è radunata intorno al circolo di pietre per dare il benvenuto al giorno più lungo dell'anno sotto una coltre di nubi; il sorgere del sole è stato salutato senza troppa convinzione visto che risultata davvero difficile determinare il momento in cui è apparso. a3HeadedMonkey, che ha condiviso questo video sul suo canale YouTube, ha ironicamente commentato: “Una bella estate inglese, in una delle sue migliori manifestazioni.”
6সে হাস্যরসের সাথে বলছে: ” সেই পুরোনো উত্তম এক বৃটিশ গ্রীষ্মকাল, যে কিনা তার সেরা সময়ে অবস্থান করছে”!A La Coruña in Spagna, falò, alcolici e sfilate hanno caratterizzato le celebrazioni della Festa dei falò di San Juan [es].
7স্পেনের কারুনিয়ায়, এক বহ্নুৎসবের আয়োজন করা হয়।
8বনের মাঝে আগুন জ্বালানো, পান করা এবং প্যারেড করার মধ্যে দিয়ে সেন্ট জনের এই বহ্নুৎসব পালন করা হয়।
9এই উৎসবের ঐতিহ্য হচ্ছে এতে কিশোর এবং শিশুরা লাফিয়ে আগুনের কুণ্ডলী পার হয়।La tradizione vuole che adolescenti e bambini saltino sopra i falò un determinato numero di volte come auspicio di buona fortuna.
10সৌভাগ্যের প্রতীক হিসেবে তারা একটা নিদিষ্ট সংখ্যক সময় লাফ দিয়ে আগুনের শিখা অতিক্রম করে: দুঃখজনক ঘটনা হচ্ছে, এ বছর দুজন লোকের মৃত্যুর কারণে এই উৎসব পণ্ড হয়ে গেছে, এদের মধ্যে একজনের মৃত্যু ঘটে তখন, যখন সে বড় আগুনের শিখা লাফিয়ে অতিক্রম করার চেষ্টা করে।Purtroppo le celebrazioni di quest'anno sono state funestate dalla morte di due persone [es], una delle quali è inciampata durante il tentativo di saltare su uno dei fuochi di maggiori dimensioni ed è deceduta in mezzo alle fiamme nonostante i tentativi di salvarlo, rivelatisi inutili, da parte di chi era presente. http://youtu.be/pC4avU3W5bU
11এতে সে ব্যর্থ হয়ে ঠিক আগুনের মাঝে পড়ে যায় এবং সেখানে উপস্থিত দর্শকদের তাকে উদ্ধারের প্রচেষ্টা বিফলে যায়। http://youtu.be/pC4avU3W5bUDavanti alla fortezza di Sacsayhuaman [it] a Cusco in Perù ogni anno viene riproposta la cerimonia tradizionale dell'Inti Raymi [it] che segnava l'inizio del nuovo anno per gli Inca.
12পেরুর কুজকায় অবস্থিত সাকসায়হুয়ামান মন্দিরের সামনে প্রতি বছর ঐতিহ্যবাহী ইন্তি রায়মি নামক উৎসব উদযাপনের বিষয়টির পুনরায় চালু করা হয়েছে। ইনকা বছর শুরুর প্রতীক হিসেবে এই উৎসব উদযাপন করা হয়।L'ultimo Inti Raymi celebrato dagli Inca si è svolto nel 1535; in seguito la chiesa cattolica e i Conquistatori spagnoli hanno bandito il rituale fino al 1944 quando, seguendo le descrizioni dello storico Inca Garcilaso de la Vega [it], si è deciso di ripristinarlo.
13ইনকারা ১৫৩৫ সালে শেষবারের মত ইন্তি রায়মি নামক উৎসব উদযাপন করেছিল। এরপর ক্যাথলিক চার্চ এবং বিজয়ী স্পেনের শাসকরা এই উৎসব পালন বন্ধ করে দেয়।L'utente gzoraca sul suo canale YouTube ha condiviso molti video di danze ed eventi culturali che si svolgono a Cuzco, inclusi i seguenti due della cerimonia dell'Inti Raymi svoltasi quest'anno in cui si può osservare l'ingresso dell'Inca seguito dall'ingresso della sua consorte, la Coya [it]:
14১৯৪৪ সালের আগে পর্যন্ত তা বন্ধ ছিল। ১৯৪৪ সালে ইনকা ইতিহাসবিদ গারসিলাসো ডে লা ভেগার বর্ণনায় এই উৎসব আবার ফিরে আসে।We Tripantu [es] è una celebrazione dei nativi Mapuche per celebrare l'inzio di un nuovo anno in concomitanza con il solstizio d'inverno.
15ইউটিউব ব্যবহারকারী গাজোরকা কুজকোর উৎসবের অনেক সংস্কৃতিক নাচ এবং অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছে, যা কিনা তার চ্যানেলে দেখা যাবে, এর মধ্যে নীচের দুটি ভিডিও এ বছরের ইন্তি রায়মি উৎসবের ভিডিও।
16এই দু'টি ভিডিওর প্রথমটায় প্রদর্শন করছে ইনকাদের প্রবেশের দৃশ্য এবং এর পরেরটায় রয়েছে তার স্ত্রী কোলার প্রবেশের দৃশ্য:Nel seguente video si possono vedere le danze di alcuni studenti cileni durante la celebrazione di questa festività indigena:
17উই ট্রিপান্টু [ স্প্যানিশ ভাষায়] হচ্ছে মাপুচে ইন্ডিয়ান গোষ্ঠীর এক উদযাপন, যা শীতকালীন সলেস্টিস-এর সময় এক নতুন বছর শুরুর চিহ্ন হিসেবে পালন করা হয়।Nella città di Maloyaroslavets in Russia viene celebrato il giorno di Ivan Kupala [it] e durante questa cerimonia sono le ragazze che portano fiori tra i capelli, i falò comunitari e le danze a mantenere viva la tradizione:
18পরবর্তী ভিডিওটি চিলির কিছু স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য প্রদর্শন তুলে ধরছে, যারা আদিবাসী প্রথায় শীতকালীন সলেস্টিস উৎসব উদযাপন করছে:
19রাশিয়ার মলায়াইয়ারোস্লাভেতস নামক শহরে, শহরবাসীরা ইভান কুপালা নামক দিবস পালন করে থাকে, এবং গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়ে এই উৎসব উদযাপন করা হয়।
20এখানে এখনো কিছু নিজস্ব ঐতিহ্য জীবিত আছে, যে ঐতিহ্য অনুসারে এই সময়ে মেয়েরা তাদের চুলে ফুল গুঁজে রাখে, আগুন জ্বালায় এবং নাচে:
21এবং সবশেষে অন্যগুলোর সমান গুরুত্বপুর্ণ একটা উৎসবের কথা আপনাদের জানাচ্ছি, সেটি পোল্যান্ডের রেকর্ড ভেঙ্গে ফেলা এক উৎসব উদযাপন। এই উদযাপনে হাজার হাজার কাগজের লণ্ঠন জ্বালানো হয় এবং রাতের আকাশে সেগুলোকে ভাসিয়ে দেওয়া হয়।E per ultima, ma non per questo meno importante, citiamo una cerimonia che si è svolta in Polonia e che ha stabilito un record dato che per le celebrazioni della notte di San Giovanni sono state accese e poi liberate nella notte migliaia di lanterne di carta.
22যাদুকরী এই ভিডিও তাদের পক্ষে কথা বলছে (এটি পাওয়া গেছে নিটোরামা-এর মাধ্যমে):I seguenti video (ripresi da Neatorama) raccontano, senza bisogno di utilizzare le parole, la magia della serata.
23আপনারা কি সলেস্টিস উদযাপন করেন?E voi avete celebrato il solstizio?
24কি ভাবে তা পালন করেন, তা মন্তব্যের মাধ্যমে আমাদের জানান!Lasciate un commento per raccontarci come l'avete festeggiato!