Sentence alignment for gv-ben-20120426-25596.xml (html) - gv-ita-20120502-58598.xml (html)

#benita
1পানামাঃ দরিদ্ররা বিস্মৃত হয়নি, আর এর জন্য অনলাইন ভিডিওকে ধন্যবাদPanama: video online salvano una comunità dall'oblio
2পানামার কোলন নামক স্থানের কাছে অবস্থিত কোকো সোলো একসময় ছিল পানামা খাল এলাকায় যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর ডুবোজাহাজের ঘাঁটি। আজ, কোকো সোলো হল কিছু দরিদ্রতম ও পানামার সবচেয়ে প্রান্তিক নাগরিকদের বাসস্থান।Un tempo Coco Solo [en, come gli altri link tranne ove diversamente indicato], nei pressi di Colón [it], a Panama, ospitava una base per sommergibili della marina militare statunitense a tutela della Zona del Canale; oggi Coco Solo è un quartiere abbandonato al degrado, abitato da una delle comunità più povere e marginalizzate del Paese centroamericano.
3২০০৮ সালে রয়টার্স, কোকো সোলোর “দারিদ্য ও ক্ষয়” সম্পর্কে একটি কাহিনী প্রকাশ করে। যেখানে জন ম্যাককেইন-এর ( ২০০৮ সালের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী) জন্ম:Nel 2008, l'agenzia di stampa Reuters ha pubblicato un articolo che metteva in luce “la miseria e lo stato di abbandono” che caratterizzavano la località panamense che aveva dato i natali a John McCain [it], all'epoca candidato repubblicano alla Presidenza degli Stati Uniti:
4ম্যাককেইন-এর জন্ম ১৯৩৬ সালে, কোকো সোলোর যুক্তরাষ্ট্র পরিচালিত এলাকার ডুবোজাহাজ ঘাঁটিতে, যেখানে তার পিতা নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।
5এখন, শহরের শিশুরা খোলা নর্দমার পাশে খেলে, যেগুলো এই ঘাঁটি ও সেখানকার বৃহৎ গৃহসমুহকে ঘিরে নির্মাণ করা হয়েছিল।McCain è nato nel 1936 nella base per sommergibili di Coco Solo, una zona di Panama ad amministrazione statunitense, dove il padre era ufficiale di marina.
6এই সব গৃহ একসময় এখানে কর্মরত আমেরিকান নাগরিকদের পরিবারসমূহের বাসস্থান ছিল। এখন তা পরিত্যাক্ত এবং এর এখানে সেখানে কিছু ধ্বংসপ্রাপ্ত ভবনের টুকরা স্তুপ হয়ে আছে ।Oggi, nella città costruita attorno alla base militare, i bambini giocano vicino alle fogne a cielo aperto mentre le spaziose case che un tempo erano abitate dalle famiglie dei soldati americani giacciono abbandonate e disseminate di macerie.
7একঘেয়েমিতে আক্রান্ত যুবকের এখানে অনাবৃত শরীরে চারদিকে ঘুরে বেড়ায়, তাদের শরীরে দলের উল্কি আঁকা, যে উল্কি তাদের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা তুলে ধরে।Giovani annoiati se ne vanno in giro a torso nudo, facendosi vanto di tatuaggi che segnalano la loro appartenenza a bande giovanili e indicano quante persone hanno ucciso.
8এক সময় যা ছিল সফটবল খেলার মাঠ, এখন তা লম্বা লম্বা ঝোপে ভর্তি।Quelli che un tempo erano campi di softball, oggi sono zone ricoperte dalle erbacce.
9প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে:La descrizione continua:
10১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পানামা ক্রমান্বয়ে ঘাঁটি ও খালের অবশিষ্ট অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে।A seguito del trattato del 1977 [it] con gli Stati Uniti, Panama ha gradualmente acquisito il controllo della base e del resto della Zona del Canale; da allora Coco Solo è stato trasformato in un enorme terminal per container chiamato Manzanillo.
11পরে কোকো সোলোকে বিশাল কন্টেইনারের টার্মিনালে রূপান্তর করা হয়, যা মানযানিললো নামে পরিচিত।
12১৯৯৯ সালে ওয়াশিংটন, পানামার কাছে তার সর্বশেষ ঘাঁটি হস্তান্তর করে।Nel 1999 Washington ha ceduto gli ultimi avamposti che rimanevano sotto il controllo statunitense.
13কিন্তু রয়টার্সের এই বিবরণ ছাড়াও, কোথাও কোথাও কোকো সোলো সম্বন্ধে সামান্য উল্লেখ করা হয়েছে। অনলাইন প্রচার মাধ্যমে প্রাপ্ত কয়েকটি অনলাইন ভিডিও হচ্ছে এমন অল্প কিছু উপাদান, যেগুলোতে এই সম্প্রদায়ের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে:Fatta eccezione per il reportage di Reuters, i media hanno dato ben poco spazio a Coco Solo: i video online sono tra le poche risorse disponibili che testimoniano la vita di questa comunità e una delle organizzazioni che con maggior frequenza condivide in rete questi materiali è Cambio Creativo,
14একটি সংগঠন যা প্রায়শই কোকো সোলো সম্বন্ধে ভিডিও আপলোড করে তার নাম “কাম্বিও ক্রিয়েটিভো” (সৃষ্টিশীল পরিবর্তন),una piattaforma formativa che incoraggia l'elaborazione di pensiero critico, la capacità di scelta e l'auto-espressione attraverso un processo di condivisione di idee e di abilità pratiche.
15একটি শিক্ষামূলক প্লাটফর্ম রয়েছে যা চিন্তা এবং দক্ষতা বিনিময়ের মাধ্যমে জটিল চিন্তাধারা, দৃঢ়তা এবং সব-অভিব্যক্তির মত বিষয় সবার সমানে তুলে ধরে।Nel quartiere di Coco Solo (Colón, Panama) operiamo per facilitare la creazione di spazi di scambio reciproco tra formatori e studenti. Ogni mese vengono organizzati dei workshop interdisciplinari condotti da formatori provenienti da Colón, da Panama City e dall'estero.
16কোকো সোলোতে (কোলন,পানামা) একদল বিজ্ঞ পরামর্শদাতা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিনিময়ের সুবিধার্থে আমরা একটি জায়গা করে দিয়েছি।Crediamo che stimolando la conoscenza, la creatività e le esperienze positive, i partecipanti sapranno trovare alternative per il loro sviluppo sociale ed economico. Foto ripresa dal sito Cambio Creativo con autorizzazione.
17কোলন, পানাম সিটি এবং বিদেশ থেকে আসা বিজ্ঞ পরামর্শদাতাদের দ্বারা প্রতিমাসে আন্তবিভাগীয় কর্মশালা পরিচালিত হয়।Due anni fa Rose Cromwell, co-fondatrice di Cambio Creativo, ha condiviso in rete un breve documentario su Coco Solo girato dal regista Eric Soussanin.
18আমাদের বিশ্বাস করি যে জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক অভিজ্ঞতার প্রেরণার মাধ্যমে, অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প কিছু খুঁজে পাবে।
19ছবি কাম্বিও ক্রিয়েটিভোর ওয়েবসাইট থেকে নেওয়া, অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছেSul portale d'informazione Latina Lista, la giornalista Marisa Treviño rilancia un estratto del video e commenta:
20দুই বছর আগে, কাম্বিও ক্রিয়েটিভোর অন্যতম প্রতিষ্ঠাতা রোজ ক্রমওয়েল, কোকো সোলোর বিষয়ে করা চলচ্চিত্রকার এরিক সউসেনিন এর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আপলোড করেন। সংবাদ ওয়েবসাইট লাতিনা লিস্টার মারিসা ত্রেভিনিও তথ্যচিত্রটির একটি সারাংশ প্রদান করেন এবং লিখেন:Gli uomini, le donne e i bambini di Coco Solo sono descritti come quella componente della società panamense che ha perso fiducia nella vita perché si sente abbandonata; ora però un breve documentario sulla difficile situazione in cui versa la comunità che abita questo quartiere permette ai suoi abitanti di uscire dall'oblio e di far conoscere la loro storia al mondo.
21কোকো সোলোতে যেসব নারী, পুরুষ এবং শিশু বাস করে, তাদের পানামার সমাজের এমন একজন হিসেবে বর্ণনা করা হয়।
22যারা এই অনুভূতিতে জীবনের আশা ত্যাগ করেছে যে তারা এখন বিস্মৃত।Cambio Creativo organizza diverse attività rivolte ai giovani di questa comunità.
23তারপরেও, কোকো সোলোর মানুষদের দুর্গতি সম্পর্কে সংক্ষিপ্ত এক তথ্যচিত্র নির্মাণ নিশ্চিত করেছে যে তাদেরকে ভুলে যাওয়া হয়নি এবং বিশ্ব তাদের সম্পর্কে জানে।Nel suo blog, Rose Cromwell descrive [es] l'esperienza di un workshop di fotografia che è stato organizzato a gennaio 2012 e rilancia un video che mostra un momento dedicato allo scambio di idee tra i partecipanti:
24বিভিন্ন কর্মশালার মাধ্যমে কাম্বিও ক্রিয়োটিভো এই সম্প্রদায়ের তরুণদের সাথে কাজ করে যাচ্ছে।Le fotografie scattate degli studenti sono esposte e messe in vendita grazie a una galleria online ospitata sul sito di Cambio Creativo e il ricavato delle vendite va direttamente ai giovani artisti.
25ক্রমওয়েল, একটি ফটোগ্রাফি কর্মশালা বিষয়ে ব্লগ লিখেছেন যা জানুয়ারী ২০১২-তে অনুষ্ঠিত হয়েছিল। মাথা ঘামানোর অধিবেশন যুক্ত একটি ভিডিও তিনি আমাদের প্রদর্শন করেছেন:Nel profilo Vimeo di Rose Cromwell sono presenti ulteriori filmati che testimoniano il lavoro portato avanti dal personale e dai volontari di Cambio Creativo con i ragazzi di Coco Solo, come ad esempio la lezione di body percussion (percussione corporea, it) mostrata nel seguente video:
26ক্যাম্বিও ক্রিয়োটিভো সাইটের উদ্যোগে ছাত্রদের তোলা ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় এবং একটি অনলাইন গ্যালারির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়।
27এই সমস্ত ছবি বিক্রয়ের টাকা সরাসরি তরুণ শিল্পীদের হাতে প্রদান করা হয়।
28কোকো সোলোর তরুণদের সাথে কাজ করা ক্যাম্বিও ক্রিয়েটিভোর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তৈরী করা আরো ভিডিও আপনারা রোজ ক্রমওয়েল এর ভিমিও-র পাতায় গিয়ে দেখতে পারেন, যার মধ্যে নীচের “বডি প্রেশাস” নামক অংশ যুক্ত রয়েছে: