# | ben | ita |
---|
1 | ভারত: পুনেতে সন্ত্রাসী হামলা | India: tensione nelle reazioni online al pesante attentato terroristico a Pune |
2 | | Intorno alle 19:30 di sabato (13 febbraio) è scoppiata una bomba in un popolare ristorante turistico a Pune, città a nella parte occidentale del Paese, uccidendo 9 persone e ferendone altre 57 [in]. |
3 | | La bomba era in uno zaino ed è esplosa quando un cameriere ha cercato di ispezionare il bagaglio abbandonato. |
4 | ছবি টুইট পিক থেকে http://twitpic.com/photos/abhi_bol | Shashi Bellamkonda su My Digital Thoughts riporta [in]: |
5 | কয়েক ঘন্টা আগে (১৩ই ফেব্রুয়ারী ২০১০) ভারতের পুনের জনপ্রিয় ক্যাফে ‘জার্মান বেকারি'তে বোমা বিষ্ফোরণ ঘটে। | Poche ore fa (13 febbraio 2010) una bomba è esplosa nel famoso locale “German Bakery” [in] a Pune, India. |
6 | এটা পোস্ট করার সময়ে প্রেস জানাচ্ছে যে ৮ জন নিহত আর ৪০ জন আহত হয়েছে এই বিষ্ফোরণের ফলে কিছু দেহ পুড়ে গিয়ে চেনা যাচ্ছে না। | Mentre stavo scrivendo questo testo, la stampa ha riportato che 8 persone sono morte e 40 sono rimaste ferite [in] nell'esplosione che ha lasciato i corpi carbonizzati irriconoscibili. |
7 | এই বেকারি বিদেশী পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। | Il cafè è un luogo popolare tra i turisti stranieri. |
8 | শশী আরো বলেছেন: | Shashi aggiunge le seguenti osservazioni: |
9 | প্রাগম্যাটিক ইউফোনি সাবধান করেছেন: | Pragmatic Euphony avverte [in]: |
10 | জেহাদিরা আবার আক্রমণ করেছে ভারতের মূল ভুমিতে; এইবার পুনেতে, নভেম্বর ২০০৮ এ মুম্বাইতে জঘন্য হামলার এক বছরের কিছু সময় পরে। | I jehadi hanno colpito ancora nel territorio indiano; questa volta a Pune, anche se oltre un anno dopo i tremendi attacchi terroristici di Mumbai nel novembre 2008. |
11 | প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে যা সব থেকে সম্ভাব্য আর গ্রহনযোগ্য তা হল যে এই বিষ্ফোরণ পাকিস্তানে অবস্থিত জেহাদী দলের কাজ, আর এর ফলে সাড়া ছিল ঘৃণার। | La prima reazione, basata sulla supposizione più plausibile e popolare che l'esplosione sia opera di gruppi jehadi basati in Pakistan, è quella di indignazione. |
12 | এর ফলে বোঝা যায় যে রাগ চড়ে যাচ্ছিল মানুষের। | Forse, compresibilmente, la collera è destinata ad aumentare. |
13 | আর এই মনোভাব আরো বেড়ে যেতে পারে যখন ভারতের প্রধান ধারার মিডিয়া মানুষের আবেগ উস্কে দিয়ে প্রয়োজনের থেকে বেশী এটা প্রচার করে। | E quest'emotività probabilmente verrà amplificata visto che i media indiani amplificano e diffondono rabbia con esagerati resoconti sull'evento. |
14 | মানুষে পাকিস্তানের সাথে সম্পর্ক এরই মধ্যে খুঁজে পাচ্ছেন। | la genete avanza già possibili legami con il Pakistan. |
15 | অফস্টাম্পড জানিয়েছে যে পুনের বিষ্ফোরণ লস্কর-এ-তাইয়েবার হুমকির পরে হয়েছে। | Offstumped informa [in] che l'esplosione a Pune è avvenuta dopo le minacce del Laskar-e-Taiba. |
16 | পাকিস্তানে অনুমতিপ্রাপ্ত একটি জন সমাবেশে লস্কর -এ- তাইয়েবার উচ্চ পর্যায়ের এক নেতা পুনের নাম নিয়েছে পরবর্তী লক্ষ্য হিসেবে। | Un importante leader del Lashkar-e-Taiba aveva menzionato Pune come una città bersaglio durante un legale raduno pubblico [in] in Pakistan. |
17 | দ্যা অ্যকর্ন বলেছে: | The Acorn afferma [in]: |
18 | লস্কর-এ-তাইয়েবার হুমকি সত্ত্বেও এখনই পাকিস্তানী এই মিলিটারি-জিহাদি চক্রকে হামলার দায়ভার দেয়া সম্ভব না। | Nonostante la minaccia del Lashkar-e-Taiba, è decisamente troppo presto per attribuire l'attacco al gruppo militare-jihadista pakistano. |
19 | কিন্তু এটা পরিষ্কার যে এই পাকিস্তানী মিলিটারি- জিহাদি চক্রের ভারতে সন্ত্রাসবাদের মাধ্যমে অশান্তি ছড়ানোর অভিসন্ধি আছে। | Ma è chiaro che tale struttura militare jihadista abbia tutti i motivi [in] per intensificare le tensioni con l'India ricorrendo al terrorismo. |
20 | ‘পুর্বের অশান্তির' বাহানা ছাড়া, ওয়াশিংটনের কাছে পাকিস্তানের তালিবানদের সম্পর্কে তাদের দ্বৈত নীতি ব্যাখ্যা করার কিছু থাকবে না। | Senza la scusa delle “tensioni sul fronte orientale”, il Pakistan non potrebbe spiegare a Washington il proprio comportamento equivoco nei confronti dei talebani. |
21 | দিলিপ ডি'সুজা তার ডেথ এন্ডস ফান ব্লগে মনে করিয়ে দিয়েছেন যে ভারতের উচিত দেশে বাড়তে থাকা সন্ত্রাসের ব্যাপারেও কিছু করা: | Dilip D'Souza su Death Ends Fun ricorda che anche l'India dovrebbe fare qualcosa contro il terrorismo interno [in]: |
22 | যতক্ষণ না আমরা দেশে বাড়তে থাকা সন্ত্রাসকে বুঝতে পারছি- যা বাইরের থেকে কোন অংশে কম না- আর যতক্ষণ না আমরা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াই, আমরা কখনো সন্ত্রাসবাদ দমন করতে পারবো না। | Fin quando non riconosceremo il terrorismo nazionale per quello che è-niente meno di quello estero-e fin quando non ci opporremo ad ogni tipo di terrore, non potremo mani sconfiggere il terrorismo. |
23 | টুইটার জগত টুইট আর রিটুইটে ভরা ছিল যা এই সংবাদ ছড়াচ্ছিল। | La sfera di Twitter è stata un ronzio di tweet e retweet che diffondevano la notizia. |
24 | এখানে কিছু প্রতিক্রিয়া আছে: | Ecco alcune reazioni: |
25 | ইন্ডিয়াহ্যাপেনিং: ৯ জন নিহত, ৩২ আহত পুনে সন্ত্রাসী হামলায় http://bit.ly/arLssZ #ইন্ডিয়া | IndiaHappening: Nove morti, 32 feriti nell'esplosione a Pune http://bit.ly/arLssZ [in] #India |
26 | আর_শেখাওয়াত: আমার শহর পুনেতে সন্ত্রাসী হামলা হয়েছে - আবার নিরাপরাধ মানুষ কিছু বেখেয়াল সন্ত্রাসী দ্বারা নিহত হলেন। | r_shekhawat: Il terrore ha colpito casa mia - ‘Pune' : Ancora una volta, persone innocenti uccise da terroristi noncuranti. |
27 | পুনে, মহান শহর, আহত ও ক্ষতবিক্ষত। | Pune, una grande città, ferita e bruciata. |
28 | প্রাগম্যাটিক_রেবেল: ভ্যালেন্টাইন দিবসের দু:খজনক আরম্ভ পুনেতে! | pragmatic_rebel: Deve essere un triste inizio per il giorno di San Valentino a #Pune! |
29 | এখনো বিষ্ফোরণে নাড়া খেয়ে আছি, আমি আশা করি ভারত এবারে সত্যিকারের আলাদা কিছু করবে। | Ancora inorridito dall'esplosione, spero che l'#India faccia proprio qualcosa di diverso stavolta. |
30 | ভুবন_চেলসি: ভারতের দরকার ব্যাটম্যানের মতো কোন বীরের - খবরদারি করার জন্য। | bhuvan_chelsea: Abbiamo bisogno di un vigilante come Batman qua in #India . ;-) |
31 | টুইটসম্রাট: সম্প্রতি পুনে বোমা বিষ্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। | tweetSAMRAT: Sta pregando per le vittime della recente esplosione di una bomba a Pune. |
32 | নেহাশশী: রিটুইট @দিপিতগাঞ্জু: জাহাঙ্গির হাসপাতাল পুনেতে রক্ত দরকার এবি+ আর বি+ যোগাযোগ করুন: ১০৬৬। যারা পুনেতে আছেন, দয়া করে খবরটি ছড়িয়ে দিন। | nehasasi: RT @deepitganjoo: Per favore inoltrate questo: l'ospedale Jahangir di Pune ha bisogno di sangue di tipo AB+ve e B+ve Contattate: 1066 Quanti si trovano a Pune…. |
33 | _ইন্ডিয়া_: পাকিস্তানের সাথে আলোচনায় পুনে বিষ্ফোরণ কালো ছায়া ফেলেছে। | Per favore _india_: L'esplosione a Pune getta un'ombra sui dialoghi con il Pakistan |
34 | সন্দেহ নেই পুনের বিষ্ফোরণ ভারত আর পাকিস্তানের মধ্যকার সম্প্রতি আলোচনাতে প্রভাব ফেলবে। | Non c'è dubbio che l'esplosione influenzerà la recente buona volontà riguardo la ripresa delle trattative di pace tra India e Pakistan. |
35 | কিন্তু মনে হচ্ছে সন্ত্রাসীরা সুবিধাজনক অবস্থায় আছে কারণ চতুর্দিকে আবেগ দিয়ে সবাই ঘটনা বিচার করছে। | Ma sembra che i terroristi stiano avendo la meglio mentre le emozioni sono a fior di pelle ovunque. |