Sentence alignment for gv-ben-20121207-33372.xml (html) - gv-ita-20121202-70707.xml (html)

#benita
1মিশরিয়রা মুরসোলিনির নিপাত চায়Egitto: ancora proteste contro “Mursolini”
2কায়রো শহরের কেন্দ্রস্থল মিশরিয় বিপ্লবের ইপিআই-কেন্দ্র, তাহরির স্কয়ারে মিশরিয়রা আবার ফিরে এসেছে।I cittadini egiziani continuano a presidiare l'epicentro della rivoluzione del 2011: piazza Tahrir, nel cuore del Cairo.
3সেখানে তাঁরা তাঁদের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জোর করে ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করছে।
4তড়িঘড়ি করে তৈরী করা যে খসড়া সংবিধানটি (নভেম্বর ৩০,২০১২) ঘোষণা করা হয়েছে সেটাও তাঁরা এই প্রতিবাদে অন্তর্ভুক্ত করেছে।
5এটি লিখেছে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ।Crescono le proteste contro i poteri auto-assegnatisi dal neo-presidente Mohamed Morsi, si è conferito.
6এই খসড়া সংবিধানটি মিশরের শাসনতন্ত্রে এবং ধারাগুলোতে নতুন শরিয়া আইন যোগ করেছে, যেখানে নারীদের বাকস্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।
7প্রতিবাদকারীরা আট দিন আগেই রাজপথে ছুটে যায়, যখন মুরসি ঘোষণা দিয়েছিলেন আদালত তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে না।Ma a questa ragione di malcontento deve aggiungersi anche la frettolosa bozza di Costituzione annunciata il 30 novembre.
8এই ঘোষণা দিয়ে তিনি মূলত বিচারবিভাগের কার্যকারিতা নষ্ট করে দেন। ফলশ্রুতিতে মিশরিয়রা রেগে যায় এবং তাহরির স্কয়ারে সহিংস প্রতিবাদ জানায়।La proposta, difesa da un'assemblea costituente controllata dagli Islamisti, aggiunge nuovi riferimenti islamici al sistema di governo, nonché alcuni passaggi che mettono a rischio i diritti delle donne e la libertà d'espressione.
9তাঁরা মুরসিকে মিশরের নতুন ফারাও বলে আখ্যা দেয় এবং তাঁরা মনে করে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুড খুব বেশী ক্ষমতা অধিকার করে নিচ্ছে। ব্লগার লিলিয়ান ওয়াগজি আজ তাহরির স্কয়ারে ছিলেন এবং তাঁর ফ্লিকার অ্যাকাউন্টে নিচের ছবিগুলো শেয়ার করেছেন।I manifestanti avevano già occupato le strade otto giorni fa, quando Morsi aveva indebolito l'azione della magistratura dichiarando che i giudici non avrebbero più potuto mettere in discussione le sue decisioni. la rabbia dei cittadini li ha così portati a occupare in massa a Piazza Tahrir, accusando il Presidente di essere un nuovo faraone e denunciando il sempre maggior potere reclamato dai Fratelli Musulmani.
10অনেকেই মুরসিকে মুসোলিনি ও হিটলারের মতো স্বৈরশাসকদের সাথে তুলনা করে তাকে মিশরের নতুন ফারাও বলে ডাকছেন।La blogger Lilian Wagdy era a Piazza Tahrir e condivide queste fotografie sul suo account flickr [en].
11নেট নাগরিকদের মধ্যে তিনি মুরসোলিনি নামে সমধিক পরিচিত। এই নামটি তাঁর ও মুসোলিনির নাম যোগ করে তৈরী করা হয়েছে।Qui Morsi viene paragonato, oltre che ad un faraone, anche a dittatori come Hitler e Mussolini - quest'ultimo usato per creare il nuovo soprannome di “Mursolini”, subito diffusosi online.
12আজকের প্রতিবাদ থেকে ওয়াগজি এই ছবিটি শেয়ার করেছেন, যেখানে একজন প্রতিবাদকারী ফারাওদের মতো পোষাক পরেছেনঃIn questa foto, ripresa da Wagdy durante le proteste dell'altro giorno, un manifestante indossa il copricapo da faraone:
13মুরসোলিনি - মুরসি, হিটলার ও মুসোলিনির মধ্যে তুলনা করা হচ্ছে।Mursolini - paragoni tra Morsi, Hitler e Mussolini.
14ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২.Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)
15০) এর অধীনে ব্যবহৃত ।Nello striscione si legge:
16প্রতিবাদকারীদের হাতে বহন করা ব্যানারগুলোতে লেখা আছে [আরবি]:No ad un sovrano assoluto.
17একনায়ককে না। মুরসির নবজাগরণ একেবারে হিটলারের নবজাগরণের মতোই।Il “progetto di rinascita” di Morsi è uguale a quello di Hitler.
18স্বেচ্ছাচারী ক্ষমতা মানেই স্বেচ্ছাচারী দূর্নীতি।Il potere assoluto è corruzione assoluta.
19অন্যরা চায় এই অজ্ঞতার সমাপ্তি ঘটুকঃAltri invocano la fine dell'ignoranza:
20একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ যেখানে অজ্ঞতার সমাপ্তি ঘটে সেখানে স্বাধীনতার শুরু হয়।Un uomo tiene un cartello con scritto: La libertà comincia là dove termina l&#39ignoranza.
21ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর অধীনে ব্যবহৃত।Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)
22এবং অন্যরা প্রকাশ্যে মুসলিম ব্রাদারহুডের এই ক্ষমতা বৃদ্ধির নিন্দা করছে, যার নেতৃস্থানীয় সদস্য ছিলেন মুরসিঃAltri ancora denunciano il crescente potere dei Fratelli Musulmani, di cui Morsi è uno dei membri più importanti:
23একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ মুসলিম ব্রাদারহুডের অধিকার লঙ্ঘন থেকে মুক্ত হওয়া যাক।Un manifestante con un cartello che recita: Abbasso l&#39invasione dei Fratelli Musulmani.
24মুক্ত ও স্বাধীন এক মিশর দীর্ঘজীবি হোক।Lunga vita ad un Egitto libero ed indipendente.
25ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর আওতায় ব্যবহৃত।Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)
26মিশরীয় বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মারাও আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছে।Anche i martiri della rivoluzione egiziana erano presenti in spirito alle proteste di ieri.
27ওয়াগজি ঐ ছবিগুলো শেয়ার করেছিলেনঃWagdy ha condiviso queste fotografie:
28প্রতিবাদকারীরা তাদের ব্যানারে সেইসব শহীদদের ছবিও তুলে ধরেছিলেন।Manifestanti alzano striscioni con i volti dei martiri della rivoluzione.
29ছবিটি দিয়েছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২.Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)
30০ এর আওতায় ব্যবহৃত।)Murales a Piazza Tahrir raffigurante alcuni martiri.
31তাহরিরে মিশরীয় বিপ্লবের শহীদদের মুখাবয়ব নিয়ে তৈ্রী করা একটি ম্যুরাল।
32ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২.Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)
33০) এর আওতায় ব্যবহৃত। রাত বাড়া সত্ত্বেও তাহরিরে অবস্থানের এই মূর্তিমান ছবিটি দিয়ে আমরা এই ধারাবাহিকটি শেষ করছিঃConclude questa galleria di immagini la simbolica fotografia di un sit-in a Piazza Tahrir, mentre cala la notte:
34রাত বাড়লেও তাহরিরে অবস্থান নেওয়া প্রতিবাদকারীরা অনড়।La notte scende su Piazza Tahrir.
35ছবিটি দিয়েছেন তুলেছেন ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর আওতায় ব্যবহৃত।Fotografia di Lilian Wagdy, sotto licenza (CC BY 2.0)