# | ben | ita |
---|
1 | ঢাকার প্রথম বাস মানচিত্র পরীক্ষামূলকভাবে চালু | Bangladesh: la prima mappa dei bus per Dacca |
2 | ঢাকার বাস যাত্রীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ঢাকার প্রথম বাস মানচিত্র। একই সঙ্গে মানচিত্রটির কাগজে ভার্সনও প্রকাশ পেয়েছে। | Per la prima volta i pendolari che prendono l'autobus a Dacca [it], la trafficata capitale del Bangladesh che ospita 15 milioni di persone [en, come i link seguenti], possono consultare una mappa per pianificare il loro percorso. |
3 | গত ৫ জুন ২০১৩ তারিখে ঢাকার বাস যাত্রীদের মধ্যে ৫ হাজার মানচিত্র বিতরণ করা হয়। মানচিত্রটি এখনো আলফা পর্যায়ে আছে। | Il gruppo social-venture Urban Launchpad, con sede a Cambridge in Massachusetts, e l'organizzazione di difesa bangladese Kewkradong, hanno rilasciato una versione alfa della mappa degli autobus di Dacca disponibile in formato cartaceo ed elettronico. |
4 | এখন এতে ৭৫% পর্যন্ত সঠিক ফলাফল পাওয়া যাবে। ঢাকা বাংলাদেশের রাজধানী। | Le prime 5.000 copie della mappa in versione cartacea sono state consegnate ai residenti il 5 giugno 2013. |
5 | এখানে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করেন। এই দেড় কোটি মানুষের যাতায়াতের প্রধান বাহন হলো বাস। | Il progetto, lanciato a gennaio del 2012, ha previsto l'impiego di una folla di volontari armati di smartphone per raccogliere rapidamente dati sulla rete degli autobus di Dacca e tracciare la mappa della città. |
6 | কিন্তু এতদিন ঢাকার কোনো বাস মানচিত্র ছিলো না। | I volontari hanno seguito i vari percorsi degli autobus e raccolto le opinioni della gente. |
7 | একদিকে মানচিত্রের অভাব, অন্যদিকে অত্যাধিক বাসের চাপ ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে ভঙ্গুর করে রেখেছিল। | |
8 | আশা করা হচ্ছে, ঢাকার প্রথম বাস মানচিত্র সবার জন্যই উপকার বয়ে আনবে। | Ma non chiamatelo crowdsourcing perché il team ha coniato il termine flocksourcing (folla + cellulari) per descrivere la raccolta rapida di dati urbani. |
9 | ঢাকার যানজট। | Traffico intenso a Dacca. |
10 | ছবি ফিরোজ আহমেদ। | Foto Firoz Ahmed. |
11 | স্বত্ত্ব: ডেমোটিক্স | Copyright Demotix |
12 | এই প্রকল্পে অর্থায়ন করেছে কিকস্টার্টার। | |
13 | উল্লেখ্য, কিকস্টার্টার হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা উন্নয়নমূলক এবং সৃজনশীল কাজে অর্থ সংগ্রহে সহযোগিতা করে থাকে। | |
14 | ঢাকার প্রথম বাস মানচিত্র বাস যাত্রীদের জন্য আর্শবাদ হয়ে এসেছে। | Il gruppo si è servito del sito di crowdfunding Kickstarter per finanziare la versione alfa, che attualmente ha una precisione del 75 percento. |
15 | টুইটার ব্যবহারকারী মিজানুর রহমান (@MadLungiFilmz) লিখেছেন: | Il team conta di raggiungere una precisione del 95 percento per la prossima versione della mappa. |
16 | @MadLungiFilmz: আমার মতো আরো অনেক সাধারণ বাস যাত্রীর কাছে এটা আর্শীবাদ হয়েছে। | L'introduzione della mappa ha suscitato molto entusiasmo su Twitter. Il regista Mizanur Rahman (@MadLungiFilmz) scrive: |
17 | ঢাকার প্রথম বাস মানচিত্র ফ্লকের এক অসাধারণ উদ্যোগ। http://fb.me/1KIhOXJHg জ্যাকুলিন এম ক্লপ (@jmklopp1) বলেছেন: | @MadLungiFilmz: questa è manna dal cielo per un maniaco del trasporto pubblico come me! :D Grande iniziativa la prima mappa degli autobus di Dacca ideata dalla gente. http://fb.me/1KIhOXJHg |
18 | @jmklopp1: চমৎকার ঢাকার প্রথম বাস মানচিত্র। http://kck.st/RDQi5N via @kickstarter | Jacqueline M Klopp (@jmklopp1), che si dichiara un' “urbanista”, elogia la mappa: |
19 | একজন যাত্রী বাস মানচিত্র দেখছেন। | @jmklopp1: Davvero forte la Prima Mappa degli Autobus di Dacca. kck.st/RDQi5N via @kickstarter |
20 | ছবি নাজিমউদ্দিন খান প্রিন্স। | Un passeggero che consulta la mappa degli autobus. |
21 | আরবান লাঞ্চপ্যাডের সৌজন্যে। | Foto di Nazim Uddin Khan Prince/Urban Launchpad. |
22 | অনুমতিক্রমে ব্যবহৃত। | Uso autorizzato |
23 | ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনির্দিষ্ট চিহ্ণিতকরণও সেভাবে করা নেই। | Lo scrittore e blogger Mamun M Aziz scrive [bn] nel suo blog Somewherein: I trasporti pubblici a Dacca sono caratterizzati da una cattiva gestione. |
24 | ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে। | Oltre a questo le fermate degli autobus non sono chiaramente contrassegnate sulla mappa. Ci sono molte associazioni di trasporto privato che possiedono una rete di collegamenti piuttosto flessibile. |
25 | এইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে সেচ্ছাসেবকদের নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে । | Tutto ciò ha creato molti problemi ai volontari rispetto alla realizzazione della mappa degli autobus, che sono riusciti comunque a mettere insieme. |
26 | তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে। | |
27 | মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে। | I percorsi sono stampati su un lato della mappa, le società di trasporto e i numeri degli autobus sull'altro, mentre i punti di partenza e di arrivo sono elencati separatamente. |
28 | ঢাকার প্রথম বাস মানচিত্র তৈরির উদ্যোগ সফল হয়েছে বিভিন্ন মানুষের সহযোগিতায়। | Poiché la campagna di crowdfunding del progetto terminava lo scorso gennaio, le persone hanno pubblicizzato le loro donazioni al fondo su Twitter. |
29 | হ্যারি ভ্যান ডার ভেল্ডে (@harryzicht) ক্রাউডপাওয়ার বা জনগণের শক্তির কথা উল্লেখ করেছেন: | Harry van der Velde (@harryzicht), dopo avere fatto una donazione su Kickstarter, considera la mappa il prodotto del “potere della gente”: |
30 | @harryzicht: ক্রাউডপাওয়ার! | @harryzicht: Il potere della gente! |
31 | চিত্র, কর্মতত্পরতা এবং সবার সহযোগিতা। | Visiva, agile e cooperativa. |
32 | আমি ঢাকার প্রথম বাস মানচিত্রের পেছনে ছিলাম। @Kickstarter http://kck.st/RDQi5N | Ho appena sostenuto la prima mappa degli autobus di Dacca su @Kickstarter kck.st/RDQi5N |
33 | ঢাকার ৫0 লক্ষ বাস যাত্রীর ওপর এটা ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন তরুণ উদ্যোক্তা ন্যাশ ইসলাম (@nashislam): | |
34 | @nashislam: আমি ঢাকার প্রথম বাস মানচিত্র-এর জন্য সহযোগিতা করেছি। | L'imprenditore Nash Islam (@nashislam) parla del potenziale impatto della mappa: |
35 | এটা শহরের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলবে। | @nashislam: Ho appena sostenuto la prima mappa degli autobus di Dacca, un progetto che potrebbe avere un grandissimo impatto sulla città. |
36 | নিজেই দেখুন http://kck.st/RDQi5N | Guardate qui http://kck.st/RDQi5N |