# | ben | ita |
---|
1 | মিশর: বিক্ষোভকারীরা ইজরায়েলী দূতাবাসের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে ফেলেছে এবং পতাকা নামিয়ে নিয়েছে | Egitto: nuove proteste in Piazza Tahrir, assaltata l'ambasciata israeliana |
2 | এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। হাজার হাজার বিক্ষোভকারী আজ মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রে অবস্থিত বিপ্লবের প্রাণকেন্দ্র তাহরির স্কোয়ারে অবস্থান গ্রহণ করে। | Venerdì 9 settembre migliaia di manifestanti sono tornati in Piazza Tahrir, epicentro della Rivoluzione egiziana, nel cuore del Cairo, per protestare contro il Consiglio supremo delle forze armate egiziane. |
3 | তাদের আজকের বিক্ষোভ ছিল সামরিক শাসনের বিরুদ্ধে। বিক্ষোভ শুরু হবার পর পর একদল তরুণ দল বেঁধে ইজরায়েলি দূতাবাসের দিকে এগুতে শুরু করে। | Decine di giovani manifestanti hanno fatto irruzione nell'Ambasciata israeliana al Cairo, abbattendo il muro di cinta e rimuovendo la bandiera israeliana. |
4 | সেখানে পৌঁছে তারা ইজরায়েলি দূতাবাসের একটি নিরাপত্তা দেওয়াল ভেঙ্গে ফেলে, যা দূতাবাসের নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছিল এবং তারা ইজরায়েলের পতাকা নামিয়ে ফেলে। | I disordini si sono protratti per l'intera nottata. Ecco alcuni commenti, tratti da Twitter, che aiutano a capire come si siano svolti gli eventi. |
5 | রাতের বেলায় এই গোলমাল চলতে থাকে। এই ঘটনা টুইটারে কি ধরনের প্রভাব বিস্তার করেছিল, তাঁর কিছু নমুনা এখানে পেশ করা হল। | È la seconda volta nel giro di un mese, che i manifestanti scalano i 15 piani dell'edificio dell'ambasciata nel tentativo di rimuovere la bandiera israeliana. |
6 | এই মাসে এই রকম ঘটনা দুবার ঘটল, যখন বিক্ষোভকারীরা পতাকা অপসারণের জন্য ১৫ তলার এই দূতাবাস ভবনে চড়ল। সংবাদে জানা গেছে আজ চারজন ব্যক্তি ভবনে চড়েছিল। | Secondo la stampa locale, venerdì 9 settembre i manifestanti impegnati nella scalata dell'edificio sarebbero stati quattro. |
7 | পাঁচ ঘন্টা আগে আল জাজিরার সংবাদদাতা শেহরিন তাদ্রোস সংবাদ প্রদান করেছে: | Nella serata di venerdì, Sherine Tadros, corrispondente di Al-Jazeera, scrive: |
8 | @ শেহরিনটি: ইজারায়েলি দূতাবাসের দিকে যাচ্ছি, সংবাদ পাওয়া গেছে, বিক্ষোভকারীরা সেখানকার দেওয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করছে #ইজিপ্ট | @SherineT [en, come gli altri link, eccetto ove diversamente indicato]: mi sto dirigendo verso l'ambasciata israeliana, dove sembra che i manifestanti stiano tentando di abbattere il muro di protezione. #Egypt |
9 | মোহাম্মদ আবু সরকাহ, একটি ছবি প্রদর্শন করছে, যাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ইজরায়েলি দূতাবাসের দেওয়াল ভেঙ্গে ফেলছে | Manifestanti abbattono il muro di cinta dell'ambasciata israeliana al Cairo. Foto di Mahmoud Abu Sharkh. |
10 | @শেহরিনটি: বিধ্বস্ত দেওয়ালের উপর, ইজরায়েলি দূতাবাসের সামনে # প্যালেস্টাইনের পতাকা উড়ছে, # ইজিপ্ট | Un'ora più tardi, prosegue: @SherineT: una bandiera palestinese #palestinian sventola in cima al muro appena demolito, proprio di fronte all'ambasciata israeliana #israel embassy, #egypt |
11 | এখ থেকে দুই ঘন্টা আগে, ভদ্রমহিলা এর সাথে যোগ করেন: | Circa due ore dopo aggiunge: |
12 | @ শেহরিনটি : শত শত নাগরিক ইজরায়েলি দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে, রাস্তার সকল পাশের মানুষ চিৎকার করছে এবং স্লোগান দিচ্ছে #মিশর #তাহরির | @SherineT: centinaia di manifestanti si dirigono verso l'ambasciata israeliana…ovunque persone che urlano e scandiscono slogan. |
13 | এর কয়েক মিনিট পরে, তাদ্রোস টুইট করেছে: | Pochi minuti più tardi, Tadros commenta: |
14 | @ শেহরিনটি : বিক্ষোভকারীরা সেই ভবনে উড়তে থাকা ইজরায়েলের পতাকা খুলে ছুঁড়ে ফেলে দেয়, যে ভবনে #ইজরায়েলি দূতাবাস অবস্থিত। | @SherineT: i manifestanti hanno gettato la bandiera verso l'ala residenziale dell'edificio. |
15 | সালামসসাইদ কুইপ (টুইট) করেছে: | Salma Said ironizza [ar]: |
16 | @সালমাসাইদ: উপর থেকে ইজরায়েলের পতাকা খুলে তা আমাদের সামনে ছুঁড়ে ফেলা হল | @SalmaSaid: la bandiera israeliana ci è stata lanciata “dall'alto”. |
17 | লোবনা দারউয়িশ টুইটারে এই ছবিটা প্রদর্শন করেছে, এতে দেখা যাচ্ছে মিশরীয় এক নাগরিক ইজরায়েলি দূতাবাসের নামফলক বহন করছে | Un manifestante egiziano con la targa dell'ambasciata israeliana. Foto via Twitter di Lobna Darwish. |
18 | এবং মোশাদ এলসাহমী এর সাথে যোগ করেছে: | Mosa'ab Elshamy aggiunge: |
19 | @মোসাব্বিররাইজিং: সেখানে যেক এক পার্টি চলছে। | @mosaabrizing: qui sembra di stare a una festa. |
20 | #ইজরায়েলী দূতাবাসের নীচের বারান্দায় পতাকাবাহক বিক্ষোভকারীদের দিকে পতাকা নাড়ছে, পটকা ফুটছে এবং আনন্দ চলছে।. | Quelli con la bandiera salutano i manifestanti dal balcone di uno dei piani inferiori dell'ambasciata israeliana #IsraeliEmbassy, ci sono i fuochi d'artificio e tutto il resto. |
21 | রাফাত ঠাট্টা করছে [আরবী ভাষায়]: | Raafat si concede una battuta di spirito [ar]: |
22 | @রাফাতওলগি: পরবর্তী সময়ে ইজরায়েলি দূতাবাস একটা শসা ঝুলিয়ে দেবে যাতে এভাবে প্রতিদিন তাদের পতাকা না পোড়ানো হয়। | @Raafatology: l'ambasciata israeliana la prossima volta dovrebbe issare un cetriolo, così eviterà che la bandiera venga bruciata in questo modo tutti i giorni. |
23 | তবে টুইটারে অন্যেরা এতটা উত্তেজিত নয়। | Non tutti però sono così entusiasti. |
24 | গিগি ইব্রাহিম টুইট করেছে: | Gigi Ibrahim commenta: |
25 | @জিস্কোয়ার৮৬: আজ রাতে #ইজরায়েলি দূতাবাসের সামনে থাকার কোন মানে নেই: পতাকা ছিড়ে ফেলা হয়েছে, দেওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে, জনতা প্রায় দূতাবাসের মধ্যে ঢুকে পড়েছে, নিরাপত্তা বাহিনীর ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে। | @Gsquare86: seriamente, non c'è ragione per rimanere all'ambasciata staserae, abbiamo fatto tutto: abbiamo tirato giù muro e bandiera, la gente è ormai all'interno, i veicoli delle forze di sicurezza bruciano. |
26 | এবং কায়রো থেকে দিনা সালেহ, এর সাথে যোগ করেছে: | Dina Salah, dal Cairo, aggiunge: |
27 | @সোনাদিনা: আমি বলব যে এই ঘটনায় আমি মুগ্ধ নই, আমি চাই না আমার প্রদান করা করের পয়সা দিয়ে আগামীকাল সকালে আরব ঠিকাদাররা #ইজরায়েলীদূতাবাসের পুনরায় তৈরি করে দিক | @Sonadina: devo dire che non mi entusiasma l'idea che domani mattina i soldi delle tasse che pago allo Stato verranno utilizzati da el Me2awleen el 3arab (gli appaltatori arabi) per ricostruire il muro dell'ambasciata israeliana. |
28 | এই ঘটনার উপর আরো সংবাদ এসেছে. | Arrivano poi i nuovi sviluppi. |
29 | গিগি সংবাদ প্রদান করেছে: | Gigi informa: |
30 | @জিস্কোয়ার৮৬: #ইজরায়েলীদূতাবাস যেখানে অবস্থিত তাঁর নীচের ফ্লাট থেকে কাগজপত্র ফেলে দেওয়া হয়েছে…যখন তারা নীচে নেমে আসে তখন তারা কাগজে আগুন ধরিয়ে দেয়#হাস্যকর | @Gsquare86: vengono lanciati dei documenti dalle finestre di uno dei piani inferiori dell'ambasciata #IsraelEmbassy…dall'alto piovono documenti mentre la gente di sotto si azzuffa per afferrarli. |
31 | হিশাম আল মিরাট এর সাথে যোগ করেছে: | Hisham Al Miraat aggiunge: |
32 | @_হিশাম: আল জাজিরার সংবাদাতা বলছে যে ইজরায়েলি দূতাবাস তছনছ করা হয়নি, তাঁর বদলে নীচের এক ফ্লোর এলোমেলো করা হয়েছে, যা দূতাবাসের কাগজপত্র সংরক্ষণে ব্যবহার করা হয়। | @_Hisham: la corrispondente di al-Jazeera afferma che i manifestanti non hanno fatto irruzione nell'intero edificio, ma soltanto in uno dei piani inferiori, nel quale si trovavano archiviati i documenti dell'ambasciata israeliana. |
33 | পুলিশ ঠায় দাঁড়িয়ে। | La polizia resta a guardare. |
34 | ওমার উল্লেখ করেছে: | Omar sottolinea: |
35 | @বেইরুতহোয়াট: রিড(পাঠ করা হয়ছে): কায়রোতে অবস্থিত ইজরায়েলি দূতাবাস। | @beirutwhat: Re: ambasciata israeliana al Cairo. |
36 | এসসিএএফ, প্রতিটি পশ্চিমী রাষ্ট্র এ ভিডিওটি দেখাবে, রাজনীতির উপর তাদের নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করার জন্য | Lo SCAF [Consiglio Supremo delle Forze Armate] mostrerà il video dell'assalto all'ambasciata in tutte le capitali europee per giustificare il controllo politico che le forze armate esercitano nel Paese. |
37 | এবং ফরেন পলিসি পত্রিকার সম্পাদক ব্লেক হাউনশেল ব্যাখ্যা করেন: | Blake Hounshell, direttore editoriale della rivista Foreign Policy, spiega: |
38 | @ ব্লেকহাউনশেল: আজ রাতে মিশরে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের কাছে যে ভাংচুরের ঘটনা ঘটেছে, এতে অনেকের কাছে মিশর বিপ্লবের একটি তিক্ত দিক ধরা পড়বে। | @blakehounshell: la quasi-presa dell'ambasciata israeliana di stanotte deluderà le aspettative di molti tra quanti hanno preso parte alla rivoluzione egiziana. |
39 | এর প্রতিক্রিয়া, এখনো পরিষ্কার নয়। | Le conseguenze sono incerte. |