# | ben | ita |
---|
1 | উগান্ডা: পাহাড়ী গরিলার সংখ্যা হয়তো কমে আসছে | Uganda: forse ridotta la popolazione dei gorilla di montagna |
2 | আমরা সব সময় জেনে এসেছি যে এখনও পৃথিবীর বিভিন্ন জঙ্গলে ৭০০ পাহাড়ী গরিলা (আকারে সবচেয়ে বড় এবং শক্তিশালি গরিলা) জীবিত আছে, যার মধ্যে ৩৩৬ টি বর্তমানে বাস করছে উগান্ডায়। | |
3 | কিন্তু নিউ সায়েন্টিষ্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ নির্দেশ করছে সংখ্যাটি যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কমই। | Si è sempre parlato di una cifra intorno ai 700 esemplari di gorilla di montagna [it] ancora in vita e allo stato brado - di cui 336 in Uganda [it]. |
4 | ধারণা করা হয় ৩৩৬ টি গরিলার বাস উগান্ডার বুইন্ডি সংরক্ষিত জাতীয় পার্কে। | Ma uno studio recente pubblicato dal settimanale New Scientist [in] segnala che il calcolo potrebbe essere un po' troppo ottimistico. |
5 | সেখানে গরিলার সংখ্যা পরিমাপের জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে দেখা হয় এই রাজকীয় বানর প্রজাতিরা প্রতিরাতে কতটি বাসা বানায়। | I 336 esemplari che si ritiene vivano all'interno di Bwindi, l'impenetrabile parco nazionale ugandese, sono il risultato di una stima elaborata secondo un metodo che conta il numero delle tane che il primate costruisce ogni sera. |
6 | এখন নতুন এক গবেষণা ধারণা দিচ্ছে যে বাসা দিয়ে গরিলা গোনার পদ্ধতিতে গরিলার সংখ্যা বেশী ধারণা করা হতে পারে, বিশেষ করে যখন একটি গরিলা এক রাতে একের বেশী বাসা বানাতে পারে। | |
7 | পাওলা কাহুমবু গরিলা রক্ষা ব্লগে লিখছেন এই রিপোর্ট সমন্ধে: | |
8 | সম্প্রতি জার্মানির লাইপজিগে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিউিট ফর এভালিউশনারি এনথ্রোপোলজির ক্যাটেরিনা গুসচেনস্কি গরিলার মল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে আবিস্কার করেছেন আসলে অনেক কম মাউন্টেন গরিলা অবিশিষ্ট রয়েছে। | |
9 | তিনি ৩০২ টি আলাদা জেনেটিক কোড বা জীনের ধারক বিশিষ্ট গরিলা পেয়েছেন। | Lo studio ha evidenziato come questo metodo potrebbe aver sovrastimato il numero degli esemplari perché i gorilla fanno più di una tana per notte. |
10 | তিনি ধারনা দেন বাসা হিসেব করে গরিলার সংখ্যা বের করার মধ্যে দিয়ে পরিমানের চেয়ে বেশী গরিলা জীবিত আছে বলে ধরে নেওয়া হয়েছে, কারণ কিছু গরিলা এক রাতে একের বেশী বাসা বানায়। | Paula Kahumbu ne parla sul blog Gorilla Protection [in]: I recenti test del DNA svolti su campioni fecali da Katerina Guschanski del Max Planck Institute for Evolutionary Anthropology di Lipsia, in Germania, rivelano che in realtà i gorilla di montagna sono assai di meno. |
11 | এর আগে ২০০৭ সালে এক ডিএনএ গবেষণায় দেখা গেছে এই এলাকায় ৩৪০ টি গরিলা রয়েছে। এই ঘটনা একটা ধারণা দিচ্ছে যে বুইন্ডি বাসীর গরিলার সংখ্যা শতকরা ১০ ভাগ কমে গেছে। | Katerina ha provato l'esistenza di 302 codici genetici distinti, il che fa supporre che il metodo del calcolo delle tane abbia sovrastimato l'effettiva popolazione di gorilla, visto che alcuni di loro tendono a costruirsi più di una tana. |
12 | তবে বিজ্ঞানীরা সর্তক এবং এখনই গরিলার জনসংখ্যা কমে যাওয়া বা স্থির থাকার ঘোষণা দিতে রাজী নয়। | |
13 | পাওলা বলেন: বুইন্ডির এই গরিলা জনগোষ্ঠী কমে যাওয়া কোন ভালো সংবাদ নয়। | Una precedente analisi genetica svolta nel 2007 [in] ha dato come risultato una popolazione di 340 esemplari. |
14 | তবে এটি সত্যি যে বুইন্ডির গরিলা জনগোষ্ঠী ক্রমশ: কমে আসছে। | Ciò significa un calo del 10% nella comunità dei gorilla di Bwindi. |
15 | এটি আসলে পাহাড়ী গরিলাদের জন্য দু:সংবাদ। ধারণা করা হচ্ছে সারা পৃথিবীতে এখন কেবল ৭০০ টি পাহাড়ী গরিলা টিকে আছে। | Tuttavia, gli studiosi procedono con cautela e non sono ancora in grado di affermare con certezza se la popolazione sia effettivamente in calo oppure stabile. |
16 | বিষয়টি জানায় যে গোটা পৃথিবীর গরিলার সংখ্যা শতকরা ৫ ভাগ কমে এসেছে। | Ma se il gruppo di gorilla fosse davvero in diminuzione, non è una buona notizia. Scrive Paula: |
17 | ২০০৯ এর ২রা জানুয়ারীতে লর্ডস রেজিস্ট্যান্স আর্মি (এলআরএ) গারাম্বা ন্যাশনাল পার্কে আক্রমণ করার পর মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত বেড়ে ১০-এ এসেছে। | |
18 | পূর্বে এ সম্বন্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে ১৪ জানুয়ারী এবং ১১ জানুয়ারীতে। বারাজা ব্লগে প্রকাশিত সংবাদ অনুয়ায়ী তিনজন এখনও নিখোঁজ। | Se è vero che i gorilla di Bwindi sono diminuiti, la cosa è allarmante - si stima che vi siano all'incirca 700 esemplari in vita e questo censimento pare indicare una diminuzione del 5% della popolazione globale. |
19 | পরিস্থিতির শিকারদের চিহ্নিত করা হয়েছে এবং যারা মারা গেছে, আহত হয়েছে এবং হারিয়ে গেছে বারাজা তাদের জন্য এক বিশেষ ব্লগ পোস্ট করে তাদের তালিকা তৈরী করেছে। | Intanto aumenta il numero delle persone uccise dai ribelli ugandesi del Lord Resistance Army (LRA) dopo l'attacco del 2 gennaio 2009 al Garamba National Park - sono salite a 10, in base alle ultime segnalazioni dell'11 [in] e del 14 gennaio [in]. |
20 | গেরিলা রক্ষা ব্লগ লরা এনকুনডার আটক হওয়া নিয়ে মন্তব্য করেছে। | Tre sono i dispersi, stando a quanto riporta il blog Baraza [in] che fornisce un elenco delle persone morte, ferite e scomparse. |
21 | কঙ্গোর দলত্যাগী এই জেনারেল এবং বিদ্রোহী নেতাকে রুয়ান্ডার সামরিক বাহিনী গ্রেফতার করে। | Infine, il blog Gorilla Protection commenta l'arresto di Laurent Nkuda [in], il generale congolese rinnegato e capo dei ribelli, da parte dei militari ruandesi, rilanciando l'annuncio della BBC [in]. |
22 | এই ঘটনাটিও আসলে গেরিলা সংরক্ষণের জন্য ভালো। | E questa, per i gorilla, è proprio una buona notizia. |