Sentence alignment for gv-ben-20110130-15243.xml (html) - gv-ita-20110129-31022.xml (html)

#benita
1লেবানন: মিশরের সমর্থনে বিক্ষোভ এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশLibano: manifestazioni in solidarietà con le proteste in Egitto
2লেবাননের রাজধানী বৈরুতে, মিশরীয় দূতাবাসের কাছেই মিশরের বিক্ষোভ প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে এক বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়।In Beruit, Libano, è in atto una protesta solidale con i manifestanti in Egitto davanti all'ambasciata egiziana.
3যখন মিশরীয় নাগরিকরা রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে, তখন সারা বিশ্ব থেকে একই ধরনের বিক্ষোভ প্রদর্শনের খবর আসছে।Simili manifestazioni vanno svolgendosi un pò in tutto il mondo, mentre gli egiziani continuano a far sentire la loro voce contro i trent'anni di governo del presidente Hosni Mubarak.
4ছবি সহ, বেশ কিছু ধারাবাহিক টুইট বার্তায় টুইটার ব্যবহারকারী নাসসার নামক ভদ্রমহিলা তার পর্যবেক্ষণ ব্যক্ত করেছে।Angie Nassar condivide le sue osservazioni con una serie di tweet e fotografie.
5১৫০ থেকে ২০০ জনের মত সমর্থক এই বিক্ষোভে উপস্থিত হয়। যাদেরকে লেবাননের নিরাপত্তা বাহিনী খুব কাছ থেকে পর্যবেক্ষন করছিল।Circa 150-200 persone [en, come i link successivi eccetto dove diversamente indicato] hanno preso parte all'evento, tenuto sotto stretta sorveglianza dalle forze di sicurezza locali.
6প্রতিবাদকারীদের মিশর এবং তিউনিশিয়া, উভয় রাষ্ট্রের পতাকা উড়াতে দেখা যায়।I manifestanti sventolavano bandiere dell'Egitto e del Libano.
7অ্যানজি টুইট করেছে:Angie scrive su Twitter:
8এই মূহূর্তে লেবাননে অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে এক শক্তিশালী বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।http://yfrog.com/hs5v3njIn questo momento si sta svolgendo una grande protesta all'Ambasciata egiziana in Libano http://yfrog.com/hs5v3nj
9মিশরীয় বিক্ষোভকারীদের সমর্থনে বৈরুতের মিশরীয় দূতাবাসের কাছেই লেবাননের বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে।La protesta libanese in sostegno al popolo egiziano davanti all'ambasciata egiziana di Beirut
10এই ঘটনার ফলাফল জানিয়ে পরবর্তী টুইটে সে উল্লেখ করেছে:In un altro tweet commenta:
11লেবাননের নিরাপত্তা বাহিনী তারকাঁটার পেছনে দাঁড়িয়ে প্রস্তুত হয়েছিল, লেবাননের এই মিশরীয় দূতাবাসের সামনে যেন জনতার কোন বিস্ফোরণ না ঘটে। http://yfrog.com/h8cy8lbjLe forze di sicurezza libanesi sono in allerta dietro il filo spinato, pronte ad intervenire in caso di violenze davanti all'ambasciata egiziana http://yfrog.com/h8cy8lbj
12নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।Forze di sicurezza in allerta
13এবং তার যুক্তিকে প্রমাণ করার জন্য তিনি এর সাথে যোগ করেছেন:E a rafforzare tale tesi aggiunge:
14মিশরীয় দূতাবাসের সমানে প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছে#লেবানন, এ সব কিছু এখনই ঘটছে।http://yfrog.com/h4wo6rrjIn questo momento i cannoni ad acqua sono puntati contro i manifestanti vicino all'ambasciata egiziana in Libano http://yfrog.com/h4wo6rrj
15প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছেCannoni ad acqua puntati contro i manifestanti
16এনজি জানাচ্ছে, প্রতিবাদকারীরা মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারাক এবং যুক্তরাষ্ট্র, উভয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে:Le proteste, spiega Angie, sono rivolte sia al presidente egiziano Hosni Mubarak che agli USA:
17লেবাননের প্রতিবাদকারীরা যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হবার কারণে #মুবারকের বিরুদ্ধে স্লোগান দেয়।Davanti all'ambasciata i manifestanti libanesi gridano slogan contro #mubarak per essere stato lo strumento degli americani http://yfrog.com/hs56448414j Manifestanti libanesi gridano slogan anti-Mubarak
18তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় এই আওয়াজ তোলে। http://yfrog.com/hs56448414jCon il suo ultimo tweet Angie sostiene che la manifestazione va ingrossandosi.
19লেবাননের বিক্ষোভকারীরা মুবারক বিরোধী স্লোগান প্রদান করছে।Ora la folla è di circa 300 persone:
20তার সাম্প্রতিক টুইটে সে জানাচ্ছে যে, প্রতিবাদকারীরা সংখ্যায় বাড়ছে, এখন বিক্ষোভকারীদের সংখ্যা ৩০০ জনে এসে দাঁড়িয়েছে।Proteste presso l'Ambasciata #egiziana in #Libano visibilmente in aumento. Circa 300 persone.
21দেখা যাচ্ছে #লেবানন-এর #মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর সংখ্যা প্রায় ৩০০ জনে এসে দাঁড়িয়েছে।Continuate a seguire gli aggiornamenti nello speciale di Global Voices Online, sia in inglese che in italiano