Sentence alignment for gv-ben-20110106-14476.xml (html) - gv-ita-20110109-29046.xml (html)

#benita
1হাঙ্গেরী: আইস-টি এবং হাঙ্গেরীর নতুন প্রচার মাধ্যম আইন
2নতুন প্রচার মাধ্যম আইনের কারণে হাঙ্গেরীয় এক সংবেদনশীল পরিবেশের সৃষ্টি হয়েছে, যে আইনের প্রয়োগ ১ জানুয়ারী, ২০১১ তারিখ থেকে শুরু হয়েছে।
3হাঙ্গেরীয় জাতীয় প্রচার মাধ্যম এবং তথ্যযোগাযোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই আইনের অধীনে একটি অলাভজনক রেডিও স্টেশন টিলোসের (হাঙ্গেরিয়ান ভাষায়) বিরুদ্ধে এক তদন্ত শুরু করেছে:
4যেহেতু কর্তৃপক্ষ “গ্রাহক এবং ব্যবহারকারীদের কৌতুহলের বিষয়টি রক্ষণাবেক্ষণের উপর জোরালো ভাবে গুরুত্ব প্রদান করে” এবং একই সাথে তরুণ শ্রোতাদের বিষয়টির উপর মনোযোগ প্রদান করে, এ কারণে টিলোস রেডিওকে জানানো হয় যে (হাঙ্গেরিয়ান ভাষায়), রেডিও স্টেশনের অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি পর্যবেক্ষণের পর এই বিষয়ে এক তদন্ত শুরু করা হচ্ছে।
5পর্যবেক্ষণে পাওয়া যায় যে, রেডিও স্টেশনটি চটুল গানের শিল্পী আইস-টি-এর গান পরিবেশন করেছে, যে গানের শিরোনাম ওয়ার্নিং (প্রারম্ভিক শিরোনাম) এবং মূল শিরোনাম ইটস অন।
6এটি গত ২রা সেপ্টেম্বর ২০১০ তারিখে বিকেল ১৭.
7৫৩-টার (বিকেল ৫. ৫৩) সময় প্রচার করা হয়।Ungheria: Ice-T e la nuova legge sulla regolamentazione dei media
8যেহেতু কর্তৃপক্ষ “গ্রাহক এবং ব্যবহারকারীদের কৌতুহলের বিষয়টি রক্ষণাবেক্ষণের উপর জোরালো ভাবে গুরুত্ব প্রদান করে” এবং একই সাথে তরুণ শ্রোতাদের বিষয়টির উপর মনোযোগ প্রদান করে, এ কারণে টিলোস রেডিওকে জানানো হয় যে (হাঙ্গেরিয়ান ভাষায়), রেডিও স্টেশনের অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি পর্যবেক্ষণের পর এই বিষয়ে এক তদন্ত শুরু করা হচ্ছে।
9পর্যবেক্ষণে পাওয়া যায় যে, রেডিও স্টেশনটি রাপার বা চটুল গানের শিল্পী আইস-টির গান পরিবেশন করেছে, যে গানের শিরোনাম ওয়ার্নিং (প্রারম্ভিক শিরোনাম) এবং মূল শিরোনাম ইট'স অন। এটি ২ সেপ্টেম্বর ২০১০ তারিখে বিকেল ১৭.In un contesto reso molto delicato dall'entrata in vigore della nuova legge per la regolamentazione dei media [it], il 1° gennaio 2011, l'Autorità Nazionale delle Telecomunicazioni [en] ha aperto un'indagine su Tilos [hu, come tutti i link che seguono tranne ove diversamente indicato], emittente radiofonica senza fini di lucro.
10৫৩-টার (বিকেল ৫.
11৫৩) সময় প্রচার করা হয়।
12গান বাজানোর আগে কোন ধরণের বয়সীমা নির্ধারনের বিষয়ে টিলোস রেডিও কোন সতর্কতা প্রদান করেনি, এ কারনে কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, ইতঃপূর্বে ২০০৩ ও ২০০৫ সালে আপত্তিকর বাণী সংবলিত গান প্রচারের অভিযোগে বেতার কেন্দ্রটিকে জরিমানা করা হয়েছিল।L'Autorità “pone grande enfasi sulla tutela degli interessi di clienti e utenti”, inclusi quelli degli ascoltatori più giovani, com'è successo quando ha informato Tilos Rádió che sarebbe stata oggetto di un'inchiesta a seguito del monitoraggio delle sue trasmissioni, da cui risultava la messa in onda delle canzoni del rapper Ice-T [it] Warning (intro) e It's On alle ore 17:53 del 2 settembre 2010 [en, hu].
13কর্তৃপক্ষ ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একাধিক ভাষার সনদের একটি তালিকা প্রকাশ করেছেন।A Tilos Rádió viene contestato il mancato uso di una qualche forma di segnalazione per la tutela dei minori prima di trasmettere quei brani.
14কর্তৃপক্ষ মনে করেন গানের বাণীগুলো তরুণরা বুঝতে পারে এবং গানের বিষয় দ্বারা বয়সের কারনে তারা প্রভাবিত হতে পারে।[
15…] অপসংস্কৃতির অশ্লীল শব্দ প্রয়োগ করে এমন কতগুলো গান বাজানো হয়েছে যে গানের বাণী নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা সম্পূর্ণ না বুঝলেও এগুলোর উপস্থাপনা ১৬ বছরের কম শ্রোতাদের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং তাঁদের উত্তেজিত করতে পারে।La lettera inviata dall'Autorità indica che l'emittente era già stata multata nel 2003 e nel 2005 per aver trasmesso brani con testi espliciti; viene inoltre allegato un grafico con i dati relativi alle certificazioni linguistiche ottenute tra il 2000 e il 2009, dove si suggerisce che in ascolto potevano esserci dei minori in grado di capire i testi e che, a causa della loro giovane età, potevano essere influenzati da tali contenuti.
16শিল্পীর কারনে শ্রোতাদের মধ্যে যারা একটু ভালো [ইংরেজি] জানে, তাদের ভেতর আফ্রিকান আমেরিকান সমাজের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি হতে পারে।[…] Nelle canzoni, gli eventi venivano descritti utilizzando il gergo di una subcultura che, sebbene non completamente accessibile alla fascia d'età protetta, poteva generare un effetto nefasto sugli ascoltatori di età inferiore ai 16 anni a causa dei toni aggressivi incitanti alla violenza.
17যৌন পেশা,মাদক বানিজ্য ও এর অপব্যবহার এবং দৈহিক সহিংসতা সম্পর্কে এ সব ধারনা হতে পারে যে, এগুলো মামুলি দৈনন্দিন বিষয়। ইটস অন নামের এ রেকর্ডটিতে ‘ঘেটো অপসংস্কৃতির প্রশংসা করা হয়েছে।I minori con una migliore conoscenza della lingua [inglese] potevano ritenere che la situazione negativa degli Afroamericani, il ricorso ai servizi di prostitute, lo spaccio e l'uso di droga e la violenza fisica fossero descritti dall'artista come attività abituali e come valori.
18এতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়া হয়েছে।It's On evoca la ‘subcultura del ghetto', suggerendo modelli comportamentali e una visione del mondo deleteri […]
19@ফাইনাললেভেল নামে টুইট করা আইস-টি, টাম্বলার পোস্ট-এর টুইটের মাধ্যমে জানাতে পারেন যে, হাঙ্গেরিতে তাঁর গান নিষিদ্ধ করা হয়েছে।Ice-T, che usa Twitter con lo username @FINALLEVEL [en], ha appreso che i suoi brani erano stati “censurati” in Ungheria da un post pubblicato su Tumblr [en]. La sua reazione è stata:
20এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল এ রকম:RT @rog_r: @FINALLEVEL Scusa, ma sei ufficialmente censurato http://j.mp/f73DhF > Fantastico!
21রিটুইট @রোগ_আর @ফাইনাললেভেল, দুঃখিত, কিন্তু আপনাকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে http://j.mp/f73DhF > আমি বিষয়টিকে পছন্দ করেছি।
22দুনিয়া এখনো আমাকে ভয় পায়। হাহা!Il mondo ha ancora paura di me. hahaha !
23যদিও এইভাবে নজরদারির বিষয়টি নজীর বিহীন নয়, জাতীয় প্রচার মাধ্যম এবং তথ্যযোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে বড় আকারে বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করতে হয়েছে।Benché l'esito del monitoraggio abbia dei precedenti, l'Autorità Nazionale per le Telecomunicazioni ungherese si trova nell'occhio del ciclone a causa della nuova legge sui media, che è stata criticata persino a livello internazionale [en].
24নতুন প্রচার মাধ্যমের আইনের কারণে এটি ঘটেছে, যা আন্তর্জাতিক ভাবে সমালোচনার মুখে পড়েছে।Tilos Rádió ha ribattezzato il caso “Ice-T gate“, rilanciando le reazioni alla notizia dell'inchiesta.
25টিলোস রেডিও এই ঘটনার নাম দিয়েছে “আইস-টি গেটস” এবং তারা তদন্ত সংবাদের প্রতিক্রিয়া সংগ্রহ করেছে।Diversi post hanno fatto notare come le traduzioni letterali dei testi dall'inglese all'ungherese allegati alla comunicazione dell'Autorità contenessero degli errori.
26বেশ কিছু সংখ্যক ব্লগ পোস্ট নির্দেশ করছে যে, এই গানের সাথে যুক্ত করা, ইংরেজী ভাষায় গানের কথা এবং তার সাথে হাঙ্গেরী ভাষার অনুবাদ প্রকাশ করা হয়েছে।Un blogger ungherese che pubblica traduzioni di testi di brani rap ha affermato che l'Autorità ha usato una trascrizione del testo originale già contenente vari errori. Nonostante le polemiche di fine 2010, Tilos Rádió ha già ricevuto la risposta dell'Autorità al suo comunicato [en] ufficiale contro l'inchiesta.
27পরেরটির কারণে কর্তৃপক্ষ বিষয়টিকে ভূল বুঝেছে। একজন হাঙ্গেরীয় ব্লগার যিনি এই রাপ গানের কথাগুলো হাঙ্গেরিয়ান ভাষায় অনুবাদ করেছে, সে বর্ণনা করেছে যে (হাঙ্গেরিয়ান ভাষায়):Nel testo della recente lettera, pubblicata su Comment:com, un blog dedicato ai media, l'Autorità enfatizza che “forse i coraggiosi ma spesso anonimi difensori della libertà di Internet si convinceranno che Ice-T è lungi dall'essere Lajos Kossuth [it], nota figura nazionale e difensore della libertà di stampa [ungherese].”
28এই বিবাদ, যা ২০১০ এর শেষে শুরু হয়েছে, তার ক্ষেত্রে ইতোমধ্যে টিলোস রেডিও তাদের অনুষ্ঠানিক বিবৃতির এক জবাব পেয়ে গেছে (হাঙ্গেরিয়ান ভাষায়)।Sixx di Comment:com ha evidenziato un paragrafo della lettera in cui l'Autorità afferma che in base alla sentenza statunitense del caso FCC v. Pacifica Foundation [en], la canzone di Ice-T avrebbe potuto essere trasmessa solo dopo le 22.
29প্রচার মাধ্যমে যে সব উপাদান রয়েছে সেগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে কর্তৃপক্ষের পাঠানো নতুন চিঠি ইতোমধ্যে একটি ব্লগ, কমেন্ট.“Se non si fossero conformati, la Commissione Federale per le Comunicazioni statunitense (FCC) avrebbe potuto multarli per un importo sicuramente superiore al bilancio annuale di Tilos Rádió”.
30কমে প্রকাশিত হয়েছ (হাঙ্গেরিয়ান ভাষায়)।
31তাদের এই চিঠিতে কর্তৃপক্ষ গুরুত্ব প্রদান করেছে যে, হয়ত প্রায়শ সাহসী, কিন্তু নামহীন ইন্টারনেট স্বাধীনতাকামী যোদ্ধা আইস-টি এর ঘটনার কারণকে লাজোস কাসুথ-এর ঘটনা থেকে অনেক দুরের বিষয় হিসেবে দেখতে পারে, যে কিনা হাঙ্গেরীর সংবাদ পত্রের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছিল।
32কমেন্ট.
33কমের সিক্স এই চিঠির একটি অনুচ্ছেদের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছে যেখানে কর্তৃপক্ষ বর্ণনা করেছে: তথাকথিত প্যাসিফিক ফাউন্ডেশনের হিসেব মতে আইস-টির গানটি কেবল রাত ১০টার পরে প্রদর্শন করা উচিত।
34যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রচার মাধ্যম কর্তৃপক্ষ- ফেডারেল কমিউনিকেশন কমিশন, টিলোস রেডিওকে যে পরিমাণ টাকা জরিমানা করবে, তা টিলোস রেডিও বাৎসরিক বাজেটের চেয়ে বেশি।
35কমেন্ট. কম-এর ব্লগার নির্দেশ করেছে যে, কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সরকারে যে সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে, তা আর সে দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।Il blogger di Comment:com ha anche fatto notare come questa decisione menzionata dall'Autorità ungherese attualmente non sia più in vigore negli Stati Uniti.