# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: বারাঙ্কুইলার বন্যার ভিতরে বাস | Colombia: vivere tra gli allagamenti a Barranquilla |
2 | ছবি প্যাটনের সৌজন্যে | Immagine di Patton |
3 | ‘আরায়োস' থেকে বিপদজনক যে পরিস্থিতি সৃষ্ট হয় তা খারাপ নগর পরিকল্পনার ফল। কোন নিষ্কাশনের ব্যবস্থা নেই, নালার ধারে যথেষ্ট পরিষ্কার জায়গা নেই নির্মানের আগে আর যারা স্রোতের সাথে চলতে চায় তাদের বিপদজনক আচরণ এই পরিস্থিতির জন্যে দায়ী। | Barranquilla è la città costiera più importante della Colombia e ha un caratteristica peculiare: nessun sistema di drenaggio delle acque piovane; ogni volta che piove l'intera città si allaga e delle rapide correnti (dette arroyo) si sostituiscono alle strade. |
4 | নীচে প্রকৃতির এই মুগ্ধ করা শক্তির কিছু ভিডিও যা ক্যারিবিয়ান তীরের সব থেকে গুরুত্বপুর্ন শহরের নিয়ন্ত্রণকে নিয়ে নেয়। | Nei video seguenti, si veodno taxi, automobili e anche autobus navigare per le strade mentre i cittadini tentano di darsi una mano per non essere trascinati dalla corrente. |
5 | | Le situazioni pericolose originate da una serie di “arroyo” [in] sono il prodotto di una cattiva pianificazione urbana, della mancanza di sistemi di drenaggio, dell'insufficiente pulizia degli argini dei torrenti prima della costruzione delle case e dell'abitudine rischiosa di quanti tentano di sfidare la corrente. |
6 | ব্লগার প্যাটন, যিনি সম্প্রতি বারাঙ্কুইলাতে গিয়েছিলেন, অল্প বৃষ্টির পরে পানি যে রাস্তা ভরে ফেলেছিল তার লাইভ স্ট্রিমিং করেছেন। | In questo post, ecco alcuni video di queste impressionanti forze della natura che prendono il controllo della più importante città della costa caraibica. |
7 | মারিয়া ছিল তার সাথে যিনি ভিডিওতে বর্ণনা করেছেন আর টুইটারে আমাদেরকে জানিয়েছেন। | Il blogger Patton, [spa] che ha visitato recentemente Barranquilla, ha vissuto l'allagamento delle strade dopo una pioggia leggera. |
8 | প্যাটন বন্যাকবলিত রাস্তার আরো ভিডিও আপলোড করেছেন ছবি সহ, যেমন একটা এই পোস্টে ব্যবহার করা হয়েছে, তার ফ্লিকার আকাউন্টে, আর তার সাথে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন মানুষ কিভাবে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়েছেন। | È stata Maaria, [sp] che viaggiava con lui, a raccontarlo in questo video e a notificarlo su Twitter [sp]. Patton ha caricato anche altri video delle strade allagate [sp] insieme a fotografie, come quella usata in questo post, sul proprio account di Flickr, notando nei commenti come la gente si sia adattata a questa situazione. |
9 | বারাঙ্কুইলা থেকে @এলিফার একই ঝড়ের সময়ে টুইটারে তার বাড়ির ঠিক বাইরের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। | Anche @allyfar, nativa di Barranquilla ha riportato su twitter diverse immagini della stessa tempesta riprese appena fuori dalla sua casa: |
10 | যদিও বন্যা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে হয় আগের ভিডিও দেখলে, মনে রাখবেন যে অল্প বৃষ্টি থেকে এই আরোয়োস হয়েছে। | Anche se le correnti dei primi video sembrano controllabili, bisogna pensare che sono stati comunque causati da una pioggia leggera. |
11 | বারাঙ্কুইলাতে অবস্থিত একটি প্রযোজনা সংস্থা টেলিকিনেশিশড এর তৈরি নীচের ভিডিওটি দেখিয়েছে পানি বড় একটা পিকআপ ট্রাক টেনে নিয়ে যাচ্ছে। | Il video successivo, curato da Telekinesishd, una casa di produzione di Barranquilla, mostra l'acqua che si porta via un camiocino. |
12 | বারাঙ্কুইলার স্থানীয় সরকার দ্বারা নির্মিত আর শাকালেল দ্বারা ইউটিউবে আপলোড করা পরের এই প্রামান্য চিত্র বর্ণনা করেছে কেন এই শহরে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। কারন মনে করা হয়েছিল যে কাজ হবে না যেহেতু শহর মাগদালেনা নদীর ইচ্চতার নীচে, কলম্বিয়ার আর বারাঙ্কুইলা এলাকার সব থেকে বড় নদী। | Questo documentario [sp], opera del governo regionale di Barranquilla e caricato su YouTube da shchalel, spiega perché la città non ha un sistema di drenaggio delle acque piovane: detto sistema non funzionerebbe perché la città si trova sotto il livello del fiume Magdalena, che scorre vicino a Barranquilla e che è il più grande della Colombia. |
13 | আরোয়ো এর আগে মানুষের জীবনহানী ঘটিয়েছে, আর জিনিষপত্র ও প্রকৃতির বেশ ব্যাপক ক্ষতি করেছে বিশেষ করে দরিদ্র এলাকায়, যা সাধারণত: ছোট শাখা আর নালার খুব কাছে নির্মিত হয়। | Gli arroyo sono costati delle vite umane in passato e i danni alla proprietà e all'ambiente sono abbastanza alti, in modo particolare nelle comunità più povere, di solito costruite troppo vicine agli argini e agli affluenti. |
14 | বারাঙ্কুইলার আরোয়োর উপরে রিপোর্ট করা নাগরিক ভিডিওর সংখ্যা অনেক। | La quantità di video di cittadini che riguardano gli arroyo è alquanto consistente. |
15 | প্রায় সব কটায় একজন চালক তার গাড়ি নিয়ে কিভাবে আরোয়োর পথে যুদ্ধ করছে তার ছবি আছে। | Quasi tutti includono un guidatore che lotta per tenere il veicolo fuori dalla corrente. |
16 | কেউ কেউ সৌভাগ্যবান, আর অন্যরা পানি তোড়ে নদীতে ভেসে যায়। | Alcuni sono fortunati, altri vengono trascinati dall'acqua nel fiume. |
17 | কিছু চালক সৌভাগ্যবান আর বেশী দেরী হওয়ার আগে গাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন। | Alcuni guidatori sono fortunati e riescono a uscir fuori dalla macchina prima che sia troppo tardi. |
18 | পরিস্থিতি আরো খারাপ হয় কারন এটা এতো সাধারণ ঘটনা: প্রত্যেকবার চালকরা এটাকে বিপদজনক হিসাবে ধরেন না, তারা সিদ্ধান্ত নেন ঝুঁকি নিয়ে ভালোর আশা করার। | La situazione è aggravata dal fatto che ciò accade spesso: chi si trova alla guida, non sempre la giudica una situazione pericolosa, decidendo di rischiare e sperare per il meglio. |
19 | মাঝে মাঝে চালকরা বিপদকে পরোয়া করেন না আর অপেক্ষা করেন যখন খুব দেরী হয়ে যায় গাড়িকে নিরাপদে নেয়ার জন্য। | Qualche volta i guidatori ignorano il pericolo e aspettano finché diventa troppo tardi per mettere al sicuro l'automobile. |
20 | কাফুস্টারের এই ভিডিও দেখিয়েছে একজন ট্যাক্সি চালক গাড়িকে পার্কিং এ নেয়ার চেষ্টা করছেন, আর পানি যখন গাড়িটাকে প্রবেশ পথ থেকে টেনে সরিয়ে নেয়, মানুষ সর্ব শক্তি দিয়ে এটাকে ভিতরে সরিয়ে আনতে সাহায্য করে, এক সময়ে সাতজন পুরুষ, চালকসহ পানির বিরুদ্ধে লড়ছে। | Questo video di cafustar [sp] mostra un tassista che tenta di spostare il mezzo in un garage, e mentre l'acqua lo spinge lontano dall'entrata, arriva della gente per aiutarlo a tirarlo dentro con più forza: a un certo punto ci sono sette uomini, compreso il tassista, che combattono contro l'acqua. |
21 | পরিশেষে আরোয়া বেশী শক্তিশালী হয়ে ট্যাক্সিকে ভাসিয়ে নিয়ে যায়। | Alla fine, l'arroyo è troppo forte e si porta via il taxi. |
22 | ট্রাইটএক্সইউ আরো তথ্য দিয়েছেন নীচের ভিডিও সম্পর্কে যেখানে আর একজন ট্যাক্সি চালক আরোয়ার ভিতর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছেন তার স্ত্রী আর বাচ্চাকে গাড়িতে নিয়ে যখন পানিতে তারা ভেসে গেলেন আর আর একটা গাড়ি দ্বারা আঘাত পেলেন যেটা পানিতে নিজেও ভেসে যাচ্ছিল। | Trightxu [sp] offre un ulteriore contributo con il seguente video, in cui un altro tassista tenta di guidare fuori dall'arroyo, con la moglie e il figlio nell'auto, quando vengono spazzati via dall'acqua e vanno a colpire un'altra auto che si trovava nella corrente. |
23 | ভাগ্যক্রমে তারা বেঁচে যান: | Fortunatamente sono sopravvissuti: |
24 | এখানে আরোয়ার আরো ভিডিও আছে, সাধারণ নাগরিকদের তোলা: | Ecco altri video degli arroyo, ripresi da semplici cittadini: |
25 | রেনাল্ডো পিনিল্লা (রেপিনি): | Reinaldo Pinilla (ReyPini [sp]): |
26 | লুইস জুনিওরিস্তা: | LouisJuniorista: |
27 | প্রুবাসিয়োপাব্লিকো: | PruebasyoPublico: |