# | ben | ita |
---|
1 | স্থানীয় কুকুরের মাংস উৎসব বর্জনের আহ্বান চীনা সামাজিক ওয়েবে | Cina: utenti web e animalisti contro un festival a base di carne di cane |
2 | চীনের গুয়াংঝি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের শহর ইউলিনে বাৎসরিক কুকুর মাংস উৎসব ২১ জুন,২০১৩ শুরু হয়েছে। উৎসবটি বর্জন করার জন্য কিছু আহ্বান জানিয়ে অনলাইনের ভেতরে জোড়ালো শোরগোল চলছে। | L'annuale Festival della Carne di Cane della città cinese sud-occidentale di Yulin, nella provincia del Guangxi, è iniziato il 21 giugno 2013 tra fortissime grida di protesta online, di cui alcune chiedevano un boicottaggio dell'evento. |
3 | কিছু সপ্তাহ আগে “খাবার উৎসব” শুরু হয়েছে, যেখানে সমগ্র শহরজুড়ে রেস্তোরাঁগুলোতে পরিবেশনের জন্য কয়েক হাজার কুকুর নৃশংসভাবে জবাই করা হবে। এমনকি কিছু প্রাণী অধিকার সংরক্ষণ কর্মী এবং পোষা প্রাণী প্রিয় লোক কুকুর খাওয়ার উৎসব বন্ধের আশা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ পিটিশন পেজে আপিল করেছে। | Settimane prima del “carnevale del cibo”, in cui migliaia di cani sarebbero stati brutalmente macellati per essere serviti nei ristoranti della città, alcuni attivisti per i diritti degli animali e amanti dei cani hanno tentato di appellarsi perfino alla pagina delle Petizioni della Casa Bianca degli Stati Uniti d'America, con la speranza di fermare questa festa della carne di cane. |
4 | খুব অল্প সময়ের মধ্যেই পদক্ষেপটি স্তিমিত হয়ে যায়। একটি দাপ্তরিক প্রতিক্রিয়া পাওয়ার প্রবেশপথ ছিল ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা, যা পেতে তাঁরা ব্যর্থ হয়। | L' iniziativa [en, come tutti gli altri link tranne ove diversamente indicato] non è stata all'altezza delle aspettative, non riuscendo a raggiungere le 100.000 firme, la soglia designata per ottenere un responso ufficiale. |
5 | ছয় মিলিয়ন লোকের এই শহরটিতে অনেক অধিবাসীর জন্য কুকুরের মাংস খাওয়া একটি উত্তর-অয়নান্ত প্রথা। | Banchettare con carne di cane è una tradizione del solstizio d'estate per molti residenti di questa città, che conta sei milioni di abitanti. |
6 | এর জনপ্রিয়তা সম্পর্কে ধারনা পাওয়া যায় একটি আঞ্চলিক প্রবাদ থেকে - “কুকুরের মাংসের সুবাস এতোটাই আকর্ষণীয় যে স্রষ্টাও বেশিক্ষণ দূরে থাকতে পারেন না”। | La sua popolarità è ben descritta da un proverbio locale: “L'odore di carne di cane è così forte che neanche gli dei resisteranno a lungo”. |
7 | স্থানীয়রা বিশ্বাস করে এই সুস্বাদু খাবার খেলে শক্তি ও বল পাওয়া যায়। | Gli abitanti locali credono che questa leccornia doni a chi ne mangia forza ed energia. |
8 | ইউলিনে রান্নার জন্য আনা কুকুর (খোলা উৎস) | Cani pronti a essere macellati a Yulin (fonte aperta) |
9 | অতীতে কুকুরের মাংস ভক্ষণের প্রথাটিকে বাঁধা দেয়ার চেষ্টা সফলকাম হয়েছে। | Gli sforzi per frenare la tradizione di consumare carne di cane hanno avuto successo in passato. |
10 | চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরে কুকুরের মাংস উৎসবের ৬০০ বছরের পুরনো প্রথাটিকে বন্ধ করতে একটি অনলাইন প্রচারাভিযান স্থানীয় সরকারকে চাপ দেয়। | Nel 2011 una campagna online ha costretto il governo locale della città di Jinhua, nella provincia dello Zhejiang, a disfarsi della tradizione di un festival di carne di cane vecchia di 600 anni. |
11 | যেভাবেই হোক, সেই ধারাবাহিকতায় ইয়ুলিনের জন্য একটি পরিবর্তন দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। | Nonostante questo, sembra che non ci siano grandi cambiamenti all'orizzonte per Yulin. |
12 | একটি হিসাব অনুযায়ী শহরটিতে উৎসবের সময় প্রতি বছর ১০ হাজার কুকুর হত্যা করা হয়। | Infatti si stima che nella città siano uccisi ogni anno circa 10.000 cani per il festival. |
13 | এর বেশির ভাগ কুকুর পিটিয়ে মারা, চামড়া আলগা এবং তাৎক্ষনিকভাবে সে জায়গায় রান্না করার বিষয়টি প্রাণী সংরক্ষন গ্রুপগুলোকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেছে। | Il fatto che molti di questi vengano picchiati fino alla morte, scuoiati e cucinati sul posto, ha spronato i gruppi per la protezione degli animali, che respingono tradizioni simili, ritenendole inumane e pericolose. |
14 | এই গ্রুপগুলো এ ধরণের অমানবিক এবং অনিরাপদ প্রথাকে বর্জন করেছে। প্রচার মাধ্যমের রিপোর্টগুলো আরো বলেছে বেশিরভাগ পথ হারিয়ে ফেলা পোষা কুকুর সংগ্রহ করা হয় অথবা পালকদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া হয়। | Le notizie dei media hanno anche portato alla luce il fatto che molti dei cani uccisi per il festival siano randagi o rubati ai propri padroni, e che vengano inoltre stipati in condizioni che favoriscono la rapida diffusione di malattie tra gli animali stessi. |
15 | এরপর সেসব কুকুরকে সাধারণত এমন আবদ্ধ অবস্থায় রাখা হয়, যেখানে কুকুরগুলোর মধ্যে সহজেই রোগ বালাই ছড়িয়ে পডার সম্ভাবনা থাকে। | |
16 | যখন একটি বিরাট সংখ্যক ইন্টারনেটবাসী প্রথাটির ওপর তাঁদের বিরক্তি প্রকাশ করতে ইন্টারনেটকে বেছে নিয়েছে তখন বেশ কিছু স্থানীয় লোক তাঁদের রীতি এবং কুকুর-ভক্ষণ সংস্কৃতিকে রক্ষা করছে। | Mentre un grandissimo numero di netizen si è rivolto ad internet per dare voce al proprio disgusto verso questa pratica, altrettanti abitanti locali hanno difeso i propri usi e costumi, e la cultura del mangiare carne di cane. |
17 | রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে, একজন স্থানীয় লোক উদ্ধৃতি দিয়ে বলেছে, “কুকুরের মাংস খাওয়া সমাজের একটি খাদ্যাভ্যাস, এটি অবৈধ নয় এবং নৈতিক দিক থেকে কিছু করার নেই”। | L'agenzia statale di stampa Xinhua ha così citato [zh] le parole di un abitante locale: “Mangiare carne di cane è un'abitudine culinaria della nostra società, non è illegale e non ha nulla a che fare con la moralità”. |
18 | পোষ্য মালিকানা বৃদ্ধি এবং এর বিপরীতে কুকুর-ভক্ষণের ওপর অনলাইনে একটি জোড়ালো ঝগড়া জায়গা করে নিয়েছে। | Le continue discussioni online sulla pratica di mangiare carne di cane hanno luogo sullo sfondo dell'abitudine, in costante aumento, di avere animali domestici in Cina. |
19 | এটি সাধারণ জনগণের মাঝে প্রাণী অধিকার সম্পর্কে ব্যাপক সচেতনতাও বাড়িয়েছে। | Evidenzia, inoltre, una sempre più grande consapevolezza dei diritti degli animali tra l'opinione pubblica generale. |
20 | জনপ্রিয় চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে ইয়াং ইয়ান দুঃখ প্রকাশ করে বলেছেনঃ | Yang Yiyan si rammarica [zh] su Sina Weibo, il popolare sito cinese di microblog: |
21 | এ ধরণের নীচ এবং জঘন্য আঞ্চলিক রীতি ও সংস্কৃতির আমাদের প্রয়োজন নেই! | Non abbiamo bisogna di una così bassa e spregevole usanza e cultura locale! |
22 | গুয়াংঝি ইয়ুলিন [লিঝি কুকুর মাংস উৎসব] বাতিল করাকে আমি সর্বাত্নকভাবে সমর্থন করি!! | Sostengo fermamente la cancellazione del [festival della carne di cane Lizhi] a Yulin, nel Guangxi !! |
23 | একই আবেগ প্রতিধ্বনিত করে ঝেং কেজিন লিখেছেনঃ | Facendo eco allo stesso sentimento, l'utente Zhang Kexin scrive [zh]: |
24 | আজ ২১ জুন, ২০১৩, গুয়াংঝি ইয়ুলিনে “লিঝি কুকুর মাংস উৎসব” পালিত হবে। | Oggi, 21 giugno 2013, a Yulin, nel Guangxi, si terrà il “Festival della carne di cane Lizhi”. |
25 | এতে উল্লেখযোগ্য সংখ্যক কুকুরকে প্রহার করা হবে ও মারা হবে! | Tantissimi cani verranno torturati e uccisi dalla gente del posto! |
26 | এগুলো আঞ্চলিক রন্ধনশালার পরিনত হবে……; আমরা কি করেছি ? | Diventeranno parte della cucina locale…; Cosa abbiamo fatto? |
27 | আমরা [এটা বন্ধ করতে] কিছুই করিনি ? | Non abbiamo fatto niente [per fermarli]? |
28 | সভ্যতা, নৈতিকতা, দয়া, জীবনের মূল্য কী আমাদের কাছে আছে নাকি অনেক দূরে চলে গেছে ? | La civiltà, la moralità, la gentilezza, il valore della vita, sono sempre più vicini o non fanno che allontanarsi? |
29 | চলুন, আমরা স্মরণ করি - একটি বেপরোয়া হত্যা-কান্ড ও রক্তাক্ত দিন এবং পাপপূর্ণ শহর!!! | Ma ricordiamoci di questo: un massacro, un giorno insanguinato e una città peccatrice!!! |
30 | ঐতিহ্য পালনের জন্য যে কুকুরগুলোকে হত্যা করা হবে সেগুলোর প্রতি দুঃখ প্রকাশ করে মেইরি মাওগো ইউই বলেছেনঃ | L'utente Meiri Maogou Youyue è in lutto [zh] per i cani che sono stati uccisi per la tradizione: |
31 | আজ ২১ জুন, #ইয়ুলিন লিঝি কুকুর মাংস উৎসবটি আজ শুরু হচ্ছে। | 21 giugno, è oggi che inizia il Festival della carne di cane #Lizhi di Yulin. |
32 | কয়েক হাজার জীবন আজ নৃশংসভাবে জবাই করা হবে! | Oggi migliaia di vite verranno brutalmente massacrate! |
33 | ভালোবাসা বিহীন ইয়ুলিন শহরটি রক্তে প্লাবিত হবে! | La malvagia città di Yulin sarà inondata di sangue! |
34 | ইয়ুলিনের “ভালো সুনামটি” সারা বিশ্ব জানবে! | La “buona reputazione” di Yulin echeggerà in tutto il mondo! |
35 | আজ যে কয়েক হাজার কুকুর মারা হবে তার জন্য মোমবাতি জ্বালানো ছাড়া আমরা আর কিছুই করবো না। | Oggi non possiamo fare altro che accendere candele per le migliaia di cani che sono stati uccisi. |
36 | কিন্তু জিয়াওইং টংঝু বিষয়টিকে অতি সূক্ষ্ম তারতম্য খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, কুকুরের মাংস ভক্ষণ খারাপ নয় তবে আমানবিক জবাই পদ্ধতিটি খারাপঃ | L'utente Xiaoying Tongxue ha una visione più moderata, ed ha scritto [zh] che mangiare carne di cane non è necessariamente sbagliato, ma che lo sono piuttosto le inumane pratiche di macello: |
37 | আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি কুকুরের মাংস খাবো না, কিন্তু যারা খায় আমি তাঁদের সমালোচনা করবো না। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ আছে। | Sono determinato a non mangiare carne di cane, ma non criticherò mai coloro che lo fanno; ognuno ha le sue preferenze, finché non si viola la legge non si può dire che [mangiare carne di cane] sia sbagliato. |
38 | যেহেতু আপনি আইন ভঙ্গ করছেন না সেহেতু এটা [কুকুরের মাংস ভক্ষণ] ঠিক নয় তা বলতে পারেন না। | |
39 | [আমি শুধুমাত্র] এটা আশা করি আরো মানবিক উপায়ে কুকুরগুলোকে জবাই করা হবে। | Spero [solo] che il modo di macellare i cani diventi più umano. |