Sentence alignment for gv-ben-20110105-14387.xml (html) - gv-ita-20101026-25866.xml (html)

#benita
1মেক্সিকো: ২০ বছর বয়সী নারী উত্তর মেক্সিকোর শহরে নতুন পুলিশ প্রধানMessico: studentessa ventenne diventa capo della polizia
2তাঁর নাম মারিসোল ভ্যালেস গার্সিয়া এবং তাঁকে বলা হয় “মেক্সিকোর সবচাইতে সাহসী নারী” [ স্পেন]Si chiama Marisol Valles García, ed è stata soprannominata la “donna più coraggiosa del Messico” [es].
3অপরাধ বিজ্ঞান বিষয়ের শেষ বর্ষে অধ্যায়ন করা ২০ বছর বয়সী বিবাহিত নারী ভ্যালেস গার্সিয়া চিচুওয়াহুয়ার প্রাক্সেডিস এর নতুন পুলিশ প্রধান হয়েছেন।Marisol ha 20 anni, è sposata, e frequenta l'ultimo anno di criminologia all'università; è anche il nuovo capo della polizia della città di Práxedis Guadalupe Guerrero, nello stato di Chihuahua [en, come tutti gli altri link eccetto ove indicato].
4মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহর সিউদাদ জুয়ারেজ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দুরে প্রাক্সেডিস শহর অবস্থিত।Práxedis si trova a circa 100 chilometri da Ciudad Juárez, la città più violenta del Messico [in una regione al centro della guerra del narcotraffico].
5কিন্তু কেন তাঁকে এ গুরুত্বপূর্ণ চাকুরি টি দেওয়া হয়েছে?Perché una ragazza così giovane ricopre una carica così importante?
6দি মেক্স ফাইলস ব্লগের রিচার্ড গ্র্যাবম্যান পরিস্থিতির ব্যাখ্যা প্রদান করেছেন:Lo spiega Richard Grabman sul suo blog The Mex Files:
7২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের ছাত্রী মারিসোল ভ্যালেস গার্সিয়া একমাত্র প্রার্থী যে জননিরাপত্তা বাহিনীকে হুকুম করার জন্য এগিয়ে এসেছে।L'unica a candidarsi per il posto di comando delle forze dell'ordine è stata Marisol Valles García, ventenne laureanda in criminologia.
8শহরের নতুন শেরিফ (এবং মেক্সিকোর তরুণতম পুলিশ প্রধান) একটি ছোট ডিপার্টমেন্টের তত্ত্বাবধান করেন যেখানে প্রতি কমিউনিটির জন্য সর্বোচ্চ দু'দফায় কর্মকর্তাদের পরিক্রমণ বা পেট্রোলের ব্যবস্থা রয়েছে।Il nuovo sceriffo della città (e il più giovane capo della polizia in Messico) gestisce un piccolo dipartimento che al massimo è in grado di fornire due turni di pattuglia per quartiere.
9২১ বছর বয়সী ব্লগার ক্রিস্টিয়ান গার্সিয়া এ বিষয়ে মন্তব্য করেন:Cristhian García, blogger messicano di 21 anni, commenta [es]:
10Il sindaco di questa città cercava un capo della polizia, e una volta passato in rivista l'intero personale a disposizione, Marisol si è fatta avanti e ha detto: “Qui la gente ha paura, tutti ne abbiamo.
11মারিসোল তাঁর সাহস প্রমানের জন্য গতকাল নিজের উন্মুক্ত মুখাবয়বের ছবি প্রদর্শন করে এ কথা প্রমান করার জন্য যে, সংঘবদ্ধ অপরাধ এবং মাদক পাচারের বিরুদ্ধে স্বেচ্ছায় যুদ্ধ করার জন্য মেক্সিকোতে এখনো কিছু সাহসী মানুষ আছে।E' giunta l'ora di trasformare questa paura in sicurezza”. Per dimostrare il suo coraggio, ieri Marisol si è fatta fotografare a volto scoperto, dimostrando che in Messico ci sono ancora persone coraggiose disposte a lottare contro i narcotrafficanti e la criminalità organizzata.
12সংবাদ ভিত্তিক ওয়েবসাইট লা পোলাকা [স্পেন] এক নিবন্ধে উল্লেখ করে যে,“ পুলিশ প্রধান তো নয়ই বরঞ্চ পুলিশ হতেও কোন পুরুষ আগ্রহী নয় কারন, অনেক পোষাকধারীর খুন হওয়ার মত তাদেরও খুন হওয়ার ভয় রয়েছে।”Secondo un articolo apparso sul sito di informazione La Polaka [es] “nessuno degli uomini [della città] vuole diventare poliziotto, tantomeno capo della polizia, per paura di essere giustiziati, come già è successo a tanti altri agenti di polizia.”
13বর্তমানে মেক্সিকান নাগরিকগণ এবং সারা বিশ্বের জনগণ যারা ভ্যালেস গার্সিয়ার বিষয়টি জানে তাঁরা এ বিষয়ে টুইটারে আলাপ-আলোচনা শুরু করেছে।Il caso Valles García è stato oggetto di discussioni su Twitter, sia da parte dei cittadini messicani, sia da parte dei netizen di ogni parte del mondo che hanno saputo della notizia.
14ওহাইয়ো থেকে টুইটার ব্যবহারকারী এডাম ডি.L'utente Adam D.
15প্রিন্স (@rabbitcincouno) বলেন:Prince (@rabbitcincouno) scrive dall'Ohio:
16#সপ্তাহের নায়ক পদকটি পেলেন ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মারিসোল ভ্যালেস গার্সিয়া, যিনি মেক্সিকোর গুয়াডালুপের পুলিশ প্রধান হয়েছেন।#HerooftheWeek Il titolo [di eroe della settimana] va alla ventenne Marisol Valles Garcia, studentessa di criminologia che è diventata capo della polizia a Guadalupe, in Messico…
17মেক্সিকোর ভেরাক্রুজ এর লরা রুইজ(@YoSoyBereNice) বলেন:Laura Ruíz (@YoSoyBereNice), da Veracruz, Messico, contribuisce alla discussione scrivendo:
18২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া চিহুয়াহুয়ার পুলিশ প্রধান হয়েছেন যিনি সেখানকার একমাত্র সাহসী ব্যক্তি।La ventenne Marisol Valles Garcia è diventata capo della polizia a Chihuahua. Ora sapete chi porta i pantaloni da quelle parti.
19অভিনেতা টম ক্রুজ, (@TomCruise) ও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন:La questione è stata discussa persino sull'acconto Twitter dell'attore hollywoodiano Tom Cruise (@TomCruise):
20২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া প্রকৃত জীবনের নায়ক যে মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহরের পুলিশ প্রধান।Marisol Valles Garcia, capo della polizia della città più violenta del Messico, è una vera eroina.
21চলুন আমরা তাঁকে সমর্থন জানাই: http://bit.ly/ata0wmMostriamole il nostro sostegno: http://bit.ly/ata0wm
22সর্বশেষ পেরিদিস্তা ডিজিটাল [স্পেন] ব্লগে হারমোসিল্লো বিষয়টিকে এবং ভ্যালেস গার্সিয়াকে তাঁর এলাকার গর্ব হিসাবে গুরুত্ব দিয়ে বলেন:Infine, il blog Hermosillo su Periodista Digital [es], definisce Valles García “l'orgoglio della regione”:
23সন্দেহাতীতভাবে আবারো একজন সাহসী ও সুন্দরী নারীর “স্কার্ট”চিহুয়াহুয়া অঞ্চলকে সুনামের অধিকারী করেছে।Ancora una volta, senz'alcun dubbio, sono state le sottane di una donna di Chihuahua, bella e coraggiosa, a rendere onore alla regione.
24যাহোক আমরা এ নারী মারিসোল ভ্যালেস গার্সিয়া যে চাকুরি গ্রহণ করেছে তার জন্য তাঁকে এই বড় অক্ষরগুলোর মতই স্বাগত জানাই।Qualsiasi commento è benvenuto perché LEI, MARISOL VALLES GARCÍA, [da scriversi] in maiuscolo, è stata l'unica ad accettare l'incarico.