# | ben | ita |
---|
1 | চিলি: শক্তিশালী ৮. ৮ মাপের ভূমিকম্প আঘাত করেছে | Cile: prime reazioni online dopo il sisma |
2 | ২৭শে ফেব্রুয়ারী স্থানীয় সময় ভোর ৩:৩৪ মিনিটে চিলির মাউল অঞ্চলের উপকুলে ৮. ৮ রিশটার স্কেলের এক শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। | Alle 3:34 del mattino di Sabato 27, ora locale, un terremoto di magnitudo 8.8 ha colpito il Cile, con epicentro al largo della regione centrale del Maule [in]. |
3 | এই ভূমিকম্পটি ৩২৫ কি. | |
4 | মি. দুরে অবস্থিত রাজধানী সান্টিয়াগোতে অনুভূত হয়েছে। | Il sisma è stato avvertito anche nella capitale Santiago, che dall'epicentro dista 325 km. |
5 | সারা দেশ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। | I danni registrati in tutto il Paese sono di vastissime proporzioni e il numero delle vittime continua a salire. |
6 | অত্র অঞ্চলে সারাদিন ব্যাপী আরও ছোট ছোট ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। | Nell'area sono state avvertite numerose scosse di assestamento per l'intera giornata. |
7 | ভূমিকম্পের পরপর টেরেমটো চিলি (চিলির ভূমিকম্প) নামে স্প্যানিশ ভাষায় একটি ব্লগ দ্রুতই চালু হয়েছে। | Francisco ha rapidamente creato il blog Terremoto Chile [sp] subito dopo la prima scossa. |
8 | ভূমিকম্পের পর নাগরিকরা কি করবেন সে সংক্রান্ত কিছু উপদেশ পোস্ট করার পাশাপাশি তিনি টুইটপিকে তুলে দেয়া বিভিন্ন ছবি সংগ্রহ করেছেন ও তাদের লিন্ক দিয়েছেন। | |
9 | সান্টিয়াগোর সেনোরা দে লা ডিভিনা প্রভিডেন্সিয়া চার্চ এর ছবি, তুলেছেন জুলিও কস্টা জাম্বেলী এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | Oltre a pubblicare raccomandazioni sul da farsi ad uso dei cittadini [sp], il blogger ha raccolto e linkato varie foto da Twitter [sp] . |
10 | ভূমিকম্পের কেন্দ্রের কাছে থেকে চিলির সংবাদপত্র এলআমাউল (যা ডিয়ারিওস চিউদাদানোস) নেটওয়ার্ক সাম্প্রতিক স্থানীয় ওবং আন্তর্জাতিক সংবাদ উল্লেখ করে একটি পোস্ট দিয়েছে। | Vicino all'epicentro del sisma, Robinson Esparza, della testata partecipativa El aMaule, che appartiene al network di Diarios Ciudadanos [sp], ha rilanciato aggiornamenti con le ultime notizie [sp] a livello regionale e nazionale. |
11 | এই পোস্টে দেয়া অনেক মন্তব্যে রয়েছে রাজধানীর আশে পাশের এলাকায় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা, এবং যেসব স্থানে বিদ্যুৎ ও ফোন লাইন ছিঁড়ে গেছে সেসব স্থানেই এরকমভাবে পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার হিড়িক পড়েছে। | Svariati commenti esprimevano preoccupazione per i familiari che si trovavano nell'area circostante la capitale, e le comunicazioni hanno continuato ad essere drammaticamente scarse per chi cercava di contattare parenti e amici nelle località in cui sono state colpite rete elettrica e linee telefoniche. |
12 | রড্রিগেজ (মাইক্রোনটা) এই হতাশার কথা জানিয়েছেন: | Così l'Ign. Rodríguez de R. (@micronauta) racconta la sua frustrazione: |
13 | ভালপারাইসোতে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের প্রাণান্ত চেষ্টা চালাচ্ছি। ভিটিআরের ফিক্সড ফোন লাইনের অবস্থা শোচনীয়, তাদের সেবা বন্ধ করে দেয়া উচিৎ। | ho provato per ore a comunicare con la famiglia a Valparaíso, la linea di telefonia fissa della VTR è un disastro, non dovrebbero dargli più la concessione :@ |
14 | যারা টেরেমটো চিলি ব্লগে পোস্ট করে যাচ্ছে তারা একটি টুইটার একাউন্টও চালু করেছে আয়ুদা চিলি (হেল্প চিলি) নামে যেখানে অন্যান্য টুইটার ব্যবহারকারীদের মন্তব্যও রিটুইট করা হচ্ছে, বিশেষ করে যেগুলোতে স্বজনদের খুঁজে পাওয়ার আকুতি আছে। | I curatori del blog Terremoto Chile hanno poi aperto un profilo su Twitter chiamato Ayuda Chile [sp] nel quale vengono raccolte e rilanciate informazioni che arrivano da altri utenti via Twitter. |
15 | পাবলো গনজালেজ কারসের মত কিছু টুইটার ব্যবহারকারী অন্যদের স্বজনদের ফোন করার মত সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা ডানিয়েলা আলভারাদোর মত মহিলার কাজে এসেছে যিনি চিলিতে তার ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়েছিলেন। | Alcuni di loro, come Pablo González Carcey, si sono anche offerti di chiamare i parenti [sp] per conto di chi non poteva farlo, come Daniela Alvarado [sp] il cui fratello si trova appunto in Cile. |
16 | তিনি ডানিয়েলাকে জানাচ্ছেন: | E così la rassicura [sp]Pablo: |
17 | @ডানিয়েলাআলভারাদো, আমি ফোন করেছিলাম এবং আপনার ভাইয়েরা ভাল আছেন! | @DaniAlvaradoA, Ho chiamato e la tua famiglia sta bene! |
18 | আসুন গলা মিলাই। | Un abbraccio» |
19 | দিনের আলো ফোঁটার পর অনলাইনে ধ্বংসযজ্ঞের আরও ছবি আসতে শুরু করে। | Quando si è fatto giorno, online hanno cominciato ad arrivare nuove immagini che documentano la distruzione. |
20 | ক্লাউডিও অলিভারেস সান্টিয়াগোতে ধ্বংসের পরিমাণ দেখতে পায়ে হাঁটা শুরু করেন। | Claudio Olivares è andato in giro a piedi per Santiago provando a fare una ricognizione dei danni, caricando poi le foto su Owly [sp]. |
21 | তিনি কিছু ছবি তুলে দিয়েছেন ওউলিতে, এবং কন্সটানজা কাম্পোসও তাই করেছেন যিনি সান্টিয়াগোর কিছু চার্চের ধ্বংসযজ্ঞের কিছু ছবি তুলেছেন। | Lo stesso ha fatto Costanza Campos, che ne ha scattate alcune sui danni subiti da chiese della capitale. |
22 | ইউটিউব ব্যবহারকারী ফ্রান্সিসো ভিভালো সাইন্জ সান্টিয়াগোর লাস কন্দেস এলাকার ভাঙ্গা বিলবাও টাওয়ারের ছবি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। | Su YouTube Franciso Vivallo Sainz ha caricato questo filmato [sp] sul crollo di una piattaforma nelle Torri di Bilbao di Las Condes, nelle vicinanze di Santiago: |
23 | ইতিমধ্যেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে। | Intanto il Pacific Tsunami Warning Centre ha prontamente lanciato l'allarme tsunami [in] per le zone costiere dell'Oceano Pacifico. |