Sentence alignment for gv-ben-20130710-37356.xml (html) - gv-ita-20130728-82846.xml (html)

#benita
1মিশরের সংবাদ পরিবেশনে পক্ষপাতদুষ্টতার দায়ে অভিযুক্ত আল জাজিরাEgitto: Al Jazeera accusata di “faziosità” in Egitto
2এই পোস্টটি আমাদের মিশরীয়দের মুরসি উৎখাত এর বিশেষ কভারেজের একটি অংশQuesto post fa parte dello speciale Egyptians Overthrow Morsi
3গত ৪ জুলাই মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির উচ্ছেদের সময় এবং তার পরপরই, অনেকের মতে “পক্ষপাতদুষ্ট” রিপোর্ট করার কারনে মিশরে আল জাজিরা চ্যানেলটি রোষানলে পরেছে।Al Jazeera è sotto un fuoco di critiche in Egitto per l'atteggiamento fazioso prima e durante la destituzione del presidente Morsi il 4 luglio.
4মুসলিম ব্রাদারহুডের পক্ষ নেওয়া ও এর মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগে কাতার-ভিত্তিক এই চ্যানেলটিকে অভিযুক্ত করা হয়েছে।L'emittente qatariota è accusata di essersi schierata dalla parte dei Fratelli Musulmani e di fare loro da portavoce.
5সামরিক বাহিনী কর্তৃক মুরসিকে দপ্তর থেকে সরিয়ে দেয়ার পর মিশরে আল জাজিরায় সরাসরি সম্প্রচারিত আল জাজিরা মুবাশেরের প্রচার সাথে সাথে বন্ধ হয়ে যায়।Dopo la destituzione del presidente Morsi da parte dell'esercito nazionale, il servizio Al Jazeera Mubasher (versione egiziana di Al Jazeera Live) è stato immediatamente sospeso.
6নেটওয়ার্কটি ঘোষনা করেছেঃIl network ha annunciato [en, come tutti i link tranne ove diversamente indicato]:
7আরো বেশকিছু টিভি চ্যানেলের পাশাপাশি মিশরে আল জাজিরার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।Al Jazeera Live è stato sospeso in Egitto, cosi come molte altre emittenti televisive.
8আমাদের প্রতিনিধির রিপোর্ট থেকে বলা যায় যখন সরাসরি সম্প্রচার চলছিল তখন নিরাপত্তা বাহিনী দালানটিতে অভিযান চালায় এবং উপস্থাপক, অতিথি এবং প্রযোজকদের গ্রেপ্তার করে।Secondo i nostri corrispondenti, è successo durante una diretta nel momento in cui le forze di sicurezza hanno fatto irruzione nella sede dell'emittente e arrestato il presentatore, gli ospiti in studio e i produttori.
9চ্যানেলটির সংবাদ পরিচালক আব্দেল ফাত্তাহ ফায়েদের জন্য শহরতলী কায়রোর ফৌজদারি মামলার সরকারী উকিল একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।Due giorni dopo, il procuratore del distretto centrale del Cairo ha emesso un mandato di arresto nei confronti del direttore del telegiornale dell'emittente, Abdel Fattah Fayed.
10ফায়েদের বিরুদ্ধে “গৃহদাহক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের শান্তি এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করার” অভিযোগ আনা হয়।Quest'ultimo è accusato di “Minacciare l'ordine pubblico e la sicurezza nazionale con la diffusione di informazioni distorte”.
11তিনি দু'দিন জেলে ছিলেন এবং এরপর তাঁকে জামিনে মুক্ত করা হয়।E' stato detenuto per due giorni e poi rilasciato su cauzione.
12এবং আজ কর্মচারিদের মধ্য থেকে ২২ জন স্টাফ সদস্যের গণ পদত্যাগ দেখা গেল। তাঁরা দাবি করেছেন, “মিশরে সত্য ঘটনার সমকালীনতার বাইরে কভারেজ করা হয়”।L'8 luglio 22 membri dello staff dell'emittente hanno dato le dimissioni per protestare contro ciò che ritengono essere “un'informazione faziosa sui fatti realmente accaduti in Egitto.
13অন্যান্য রিপোর্ট [আরবি] বলছে, দোহার প্রধান দপ্তরে চারজন সহ ২৬ জন মিশরিয় কর্মী পদত্যাগ করেছেন।Altre fonti [ar] riportano che 26 dipendenti si sono licenziati, tra cui quattro della sede centrale di Doha.
14এদের মধ্যে অয়েসাম ফাধেল নামের একজন রিপোর্টার একটি ফেসবুক পোস্টে [আরবি] পদত্যাগ করেছেন।Secondo quanto scritto in un suo post su Facebook [ar], il giornalista Wesam Fadhel ha dato le dimissioni:
15নোটটিতে বলা হয়েছেঃ আমি আজ আল জাজিরা থেকে পদত্যাগ করেছি।Ho dato le mie dimissioni da Al Jazeera oggi.
16এটি প্রকাশ্যে মিথ্যা বলছে।Mente apertamente.
17তাঁরা শূন্য তাহরিরের পুরোন ভিডিও দৃশ্য দেখাচ্ছে।Diffonde per ore vecchie registrazioni di Piazza Tahrir vuota, presentandole come immagini recenti.
18তাঁরা বলছে এটি অল্প সময় আগে ধারণ করা হয়েছে এবং কয়েক ঘন্টা ধরে তাঁরা এই দৃশ্যগুলো দেখাচ্ছে। যখন আমি আহমেদ আবু আল মাহাসেনকে এর কারন জিজ্ঞাসা করলাম তখন তিনি আমাকে আমার নিজ কাজ নিয়ে মাথা ঘামাতে বললেন।Quando ho chiesto ad Ahmed Abu Al Mahasenm il perché di questa scelta, lui ha risposto che avrei dovuto pensare ai fatti miei.
19আল জাজিরা ক্যামেরাগুলো বর্তমানে তাহরির থেকে সরাসরি সম্প্রচার করছে।Le telecamere di Al Jazeera sono accese su Piazza Tahrir adesso.
20আমি ভাবতাম, আমি এমন একটি জায়গায় কাজ করি যার বিশ্বাসযোগ্যতা আছে, কিন্তু [আমি এখন বুঝতে পারছি] দুঃখের বিষয় এটির বিশ্বাসযোগ্যতার ভিত্তি হচ্ছে জঘন্য রাজনৈতিক অবস্থান।Sfortunatamente, lavoravo in una struttura che ritenevo fosse credibile, ma [realizzo solo adesso che] la sua credibilità si fonda su di una posizione politica detestabile.
21ইলিজাহ জারওয়ান টুইটারে মন্তব্য করেছেনঃSu Twitter Elijah Zarwan commenta :
22@ইলিজাহজারওয়ানঃ “পক্ষপাতদুষ্ট কভারেজ” - এর কারনে আল জাজিরার মিশর কর্মীদের পদত্যাগঃ ১ জুন পদত্যাগ করা একটি সাহসী পদক্ষেপ http://tinyurl.com/mjculx8@elijahzarwan: La redazione di Al-Jazeera Egypt ha dato le dimissioni per via della “faziosità del servizio informativo”. Licenziarsi il 1 giugno sarebbe stato coraggioso http://tinyurl.com/mjculx8
23এবং নেজার আলসায়াদ আরো বলেছেনঃNezar AlSayyad aggiunge:
24@নেজারঃ সাম্প্রতিক সময়ে মিশরে আল জাজিরা ইসলামপন্থী হয়ে গেছে, যা বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ প্রাথমিক রিপাবলিকান হিসেবে করে আসছে।@nezar: Ultimamente Al Jazeera è diventata per gli islamisti egiziani quello che Fox News rappresenta da molti anni per i Repubblicani fondamentalisti negli Stati Uniti.
25কায়রোতে আল জাজিরার রিপোর্টার রাওয়া রাগেহ রাসায়নিক দ্রব্যের সাহায্যে আলোকচিত্রের অন্য একটি প্রকাশে, আল জাজিরার কায়রো অফিসের বাইরে আজ হুমকিস্বরূপ প্রচারপত্র ফেলার ছবি টুইট করেছেনঃRawya Rageh, un inviato di Al Jazeera al Cairo, ha diffuso su Twitter le foto di alcuni volantini di minaccia lasciati davanti agli uffici di Al Jazeera al Cairo.
26কায়রোর আল জাজিরা অফিসের বাইরে রাখা হুমকি স্বরূপ একটি লিফলেট।Uno dei volantini lasciati davanti ad Al Jazeera al Cairo.
27ছবিটি @রাওয়ারাগা টুইটারে শেয়ার করেছেনFoto condivisa su Twitter da @RawyaRageh
28@রাওয়ারাগেহঃ কায়রোতে আল জাজিরা অফিসের কাছে হুমকিস্বরূপ প্রচারপত্র ফেলা হয়েছে - রক্তপাতকৃত হাত ও সীমারেখা “মিথ্যা বলে এবং অন্যকে বলায়” #মিশর@RawyaRageh: I volantini di minaccia lasciati davanti alla sede di Al Jazeera al Cairo: delle mani sanguinanti e la legenda: “menzogne e altre menzogne” #Egypt
29আল জাজিরা অফিসের কাছে ফেলা একটি প্রচারপত্রে লিখা, একটি মিথ্যাবাদী ক্যামেরা একটি জাতিকে হত্যা করতে পারে।“Una telecamera che mente uccide una nazione”, volantino lasciato fuori dalla sede di Al Jazeera al Cairo.
30ছবিটি @রাওয়ারাঘা টুইটারে শেয়ার করেছেনFoto condivisa da @RawyaRageh su Twitter
31@রাওয়ারাগেহঃ আল জাজিরা অফিসের কাছে ফেলা প্রচারপত্রগুলোতে লেখা আছে “একটি বুলেট একজন মানুষকে মেরে ফেলতে পারে, একটি মিথ্যাবাদী ক্যামেরা একটি জাতিকে মেরে ফেলতে পারে” #মিশর@RawyaRageh: “Una pallottola può uccidere un uomo, una telecamere che mente può uccidere una nazione” appare scritto su un flyer lasciato vicino all'ufficio di Al Jazeera #Egypt