# | ben | ita |
---|
1 | রাশিয়া: মঞ্চস্থ হচ্ছে আইনজীবী ম্যাগনিটস্কির মৃত্যু নিয়ে নাটক | Russia: assurda morte in carcere suscita ampio dibattito e diventa dramma teatrale |
2 | ২০০৯ সালের ১৬ই নভেম্বর ৩৭ বছর বয়স্ক রাশিয়ার কর আইনজীবী সের্গেই ম্যাগনিটস্কি মস্কোর এক কারাগারে মারা গেছেন। তিনি সেখানে কোনরূপ চিকিৎসা সুবিধা ছাড়া প্রায় বৎসরকাল যাবত বিচারপূর্ব আটকাবস্থায় ছিলেন। | Sergei Magnitsky [in], un avvocato tributarista russo di 37 anni, è morto in carcere a Mosca il 16 novembre 2009 [in], dopo aver trascorso quasi un anno in stato di custodia cautelare, malato e privo di accesso a cure mediche adeguate. |
3 | রাশিয়া (রুশ ভাষায়) ও বহির্বিশ্বে (ইংরেজিতে) তার মৃত্যু-ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় পরিলক্ষিত হয়। | Le circostanze della sua morte [in] sono state ampiamente riportate [in] sia in Russia [ru] che all'estero [in]. |
4 | আটককালীন তিনি যে সমস্ত চিঠি ও আবেদন-নিবেদন করেছিলেন সেগুলো প্রকাশিত হয়েছে। (একটা চিঠির ইংরেজী তর্জমা পাওয়া যাবে আরএফই/আরএলে; হাতে লেখা এবং টাইপকৃত রুশ ভাষায় লিখিত আসল চিঠিগুলোর স্ক্যান কপি পাওয়া যাবে রাশিয়ার নিউটাইমসে)। | Le lettere e gli appelli che il legale aveva scritto in carcere sono stati pubblicati, come pure una traduzione in inglese [in] di una lettera, su Radio Free Europe/Radio Liberty, e una scansione in russo degli originali di documenti dattiloscritti e manoscritti [ru], su NewTimes.ru. |
5 | দি পাবলিক ওভারসাইট কমিশন ফর হিউম্যান রাইটস অবজার্ভেন্স ইন মস্কো ডিটেনশন সেন্টারস কর্তৃক তুলে ধরা হয়েছে ম্যাগনিটস্কির আটককালীন সময়ের দুরবস্থার চিত্র (ল এন্ড অর্ডার ইন রাশিয়া ব্লগে রুশ ও ইংরেজী ভাষায় প্রকাশিত)। | La Commissione per la supervisione del rispetto dei diritti umani nei centri di detenzione di Mosca ha diffuso un resoconto [in] sulle condizioni di permanenza di Magnitsky in carcere (in russo e in inglese - sul blog Law and Order in Russia). |
6 | ব্যাপক প্রচারের ফলে রাশিয়া সরকার প্রতিক্রিয়া স্বরূপ ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে বরখাস্ত করেছে - এবং সন্দেহভাজন কর তছরুপকারীদের বিরুদ্ধে জারি করা বিচারপূর্ব আটকাদেশ বাতিল করে একটা প্রস্তাবের খসড়া উত্থাপন করেছে “মূলত অর্থনৈতিক অপরাধের সাথে জড়িত কর্মকর্তাদের গ্রেফতার প্রতিহত করার জন্য” (মস্কো টাইমের একটা নিবন্ধের লিংক, ইংরেজিতে)। | Per l'ampia eco suscitata dal caso, le autorità russe hanno reagito licenziando un certo numero di funzionari di alto livello [in], oltre a vietare la custodia cautelare nei confronti degli arrestati per presunti reati fiscali e la stesura di “una legge che vieterebbe l'arresto di dirigenti indagati per la maggior parte dei reati finanziari” (link a un articolo del Moscow Times [in]). |
7 | ম্যাগনিটস্কির মৃত্যুর ফলে সূচিত কয়েদখানা নিয়ে সাধারণ্যের আলোচনা এখনও চলছে - এবং নতুন মাত্রায় পৌঁছাচ্ছে: নাট্যকার এবং ডকুমেন্টারী নাটকে বিশেষ ব্যুৎপন্ন মস্কো ভিত্তিক থিয়েটার, টিয়েটর. ডকের (রুশ ভাষায়) শিল্প পরিচালক, মিখাইল উগারব (এলজে ইউজার এম_ইউ) একটা নাটক নিয়ে কাজ করছেন যা ম্যাগনিটস্কির জীবনের শেষ অধ্যায়ে সংগঠিত রোমহর্ষক ঘটনাবলী পুনরায় উপস্থাপন করবে। | Il dibattito pubblico sulle condizioni di detenzione nelle prigioni russe, indotta dalla morte di Magnitsky, continua - ed è probabile che ora possa spostarsi su un altro livello: Mikhail Ugarov (l'utente di Livejournal m_u), drammaturgo e direttore artistico di Teatr.doc [ru], compagnia moscovita specializzata in pièce documentaristiche [in], sta lavorando a un'opera che intende “ricostruire” l'orrore delle ultime ore di vita di Magnitsky. |
8 | উগারব তার ব্লগে (রুশ ভাষায়) ২২শে জানুয়ারী লিখেছেন: | Ecco cosa ha scritto [ru] Ugarov sul proprio blog il 22 gennaio scorso: |
9 | সার্গেই ম্যাগনিটস্কির মৃত্যু নিয়ে টিয়েটর. ডকের একটা নাটকে কাজ করছি। | Il lavoro sulla morte di Sergei Magnitsky a Teatr.doc. |
10 | [রাশিয়ার অভিনেতা] আলেক্সি ডেভোটচেন্কো এতে অভিনয় করবেন। | Vi reciterà [l'attore russo] Aleksey Devotchenko. |
11 | প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। | È in corso la raccolta del materiale. |
12 | এমন সব জিনিস যা আমাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে। | Ciò che trovo mi fa star male fisicamente. |
13 | ম্যাগনিটস্কি মারা যাবার সময় কেবল একটা স্ট্রেটজ্যাকেট পরিহিত ছিলেন। | Magnitsky è morto in una camicia di forza. |
14 | তিনি যখন ব্যাথায় এদিক-ওদিক ছটফট করছিলেন (প্যানক্রিয়েটাইটিস অথবা হতে পারে প্যানক্রিওনেক্রোসিস), তখন তাকে একটা স্ট্রেটজ্যাকেট দিয়ে মুড়ে দেয়া হয়। | Si contorceva dal dolore (pancreatite o addirittura necrosi del pancreas), e invece di curarlo gli hanno fatto indossare una camicia di forza. |
15 | এভাবে একঘন্টা আঠারো মিনিটের মত তিনি টিকে ছিলেন। | Ci ha passato dentro un'ora e 18 minuti. |
16 | একবারও চিকিৎসকের টিকিটি দেখা যায়নি। | E il medico non è si è mai fatto vedere. |
17 | হৃদযন্ত্রের ক্রিয়া ব্যর্থ হওয়ায় তিনি মারা গেছেন। | È morto per “scompenso cardiaco”. |
18 | আমার মনে হয় তার হৃদযন্ত্র কেবল থেমে গেছে। | Penso che il cuore si sia semplicemente fermato. |
19 | একজন অভিনেতা যদি এই ঘটনা সাধারণভাবে অবিকল ফুটিয়ে তোলেন (শারিরীক অঙ্গভঙ্গির বিধি মেনে), দর্শক অসুস্থ হয়ে পড়বে। | Se l'attore reciterà anche solo una semplice ricostruzione fisica di questi eventi (protocollo dell'attività fisica), il pubblico si sentirà male… |
20 | এসবের পরে আমি আর কিছুই চাই না, কিছুই ভাবতে বা অনুভব করতে চাই না। | Dopo tutto ciò, non voglio niente, non voglio pensare, non voglio sentire. |
21 | এবং ভয়ানক থিয়েটারে তারা মঞ্চস্থ করে দেখাক কিভাবে কনস্টান্টিন গ্যাভরিলোভিচ নিজেকে গুলি করে হত্যা করেছিলেন [আন্তন চেখভের দি সিগ্যালের একটা চরিত্রের নাম কনস্টান্টিন গ্যাভরিলোভিচ ট্রিপলয়োভ]। | |
22 | ২রা ফেব্রুয়ারী উগারোব তার ব্লগে সর্বশেষ তথ্য (রুশ ভাষায়) যোগ করেছেন: আইনজীবী ম্যাগনিটস্কির মৃত্যু ঘটনা নিয়ে গতকাল আবার আমাদের মধ্যে আলোচনা হয়। | E nei teatri “seri”, lasciamo che vadano a rivivere come si è sparato Konstantin Gavrilovic [Konstantin Gavrilovic Treplyov, un personaggio de Il Gabbiano [it] di Anton Cechov]. |
23 | যেভাবে আমি বিষয়টা বর্ণনা করেছিলাম আসল ঘটনা সেরকম নয় - প্রকৃতপক্ষে সবকিছু আরো বেশী বীভৎস ছিল। | Ecco anche un aggiornamento [ru] pubblicato da Ugarov il 2 febbraio scorso: |
24 | কারাগারের একজন চিকিৎসককে তিনি জানিয়েছিলেন যে “তারা আমাকে খুন করতে চায়”। | Ieri abbiamo avuto un altro incontro sul caso della morte dell'avvocato Magnitsky. |
25 | কিন্তু চিকিৎসক এটাকে মানসিক ভারসাম্য ঠাউরে বসেন এবং নিয়ন্ত্রণের জন্য শক্তি-প্রদর্শন বাহিনীকে তলব করেন - মানে আটজন কারারক্ষীকে যাদের কাজ হলো আসামীদের পেটানো। | Le cose non sono andate esattamente nel modo in cui le ho descritte - è tutto ancora più orribile, in realtà. |
26 | একজন মনস্তাত্ত্বিকেরা তিনি খবর পাঠান। | Al medico della prigione aveva detto: “Vogliono uccidermi”. |
27 | অতপর এমনভাবে প্রস্থান করেন যেন কিছুই ঘটেনি। | Su questa base, la dottoressa gli ha diagnosticato un disturbo mentale. |
28 | সাদা গাউন পরা এই মহিলার নাম ছিল, “ডক্টর ডেথ”, তার নামের এই শেষ অংশটা কেবল জানা গেছে। | E ha convocato il cosiddetto “rinforzo” - otto guardie carcerarie incaricate di picchiare [i prigionieri], chiamando anche gli psichiatri. |
29 | অ্যাম্বুলেন্সবাহী একদল সেবক এরপরে উপস্থিত হয় (তথাকথিত মনস্তত্ত্ববিদেরা), কিন্তু এক ঘন্টা আঠারো মিনিটের মত তারা রোগীর কাছে যাবার সুযোগ পায়নি। | Dopodiché se n'è andata, come se nulla fosse successo. Il suo cognome è noto, questa donna vestita di bianco, “Dottor Morte”. |
30 | এবং শেষাবধি যখন অনুমতি মেলে, সেখানে গিয়ে তারা কেবল একজন মৃত মানুষকেই আবিষ্কার করে। | Sono arrivati gli infermieri con un'ambulanza (i cosiddetti psichiatri), ma per un'ora e 18 minuti non hanno potuto raggiungere il paziente. |
31 | সেই চিকিৎসক দেখার জন্য আবার নেমে আসেন …. | E quando finalmente sono stati ammessi, hanno trovato un uomo morto. |
32 | চিকিৎসা সহকারী ভাসওয়া (তার আসল নাম নয়) বারান্দায় এই এক ঘন্টা আঠারো মিনিট ঠায় দাড়িয়ে ছিলেন এবং তার কোনো ধারণা নেই সেই পেটোয়া বাহিনী আসলে কি করতে পারে একজন অসুস্থ মানুষের সাথে। | Poi è scesa anche la dottoressa, per dare un'occhiata … Il paramedico Vasja (non è il suo vero nome) stava nel corridoio in quell'ora e 18 minuti, e non ha idea di cosa c'entrasse questo gruppo di “rinforzo” con una persona malata … |