# | ben | ita |
---|
1 | মোজাম্বিক: রাষ্ট্রপতি পদপ্রার্থীর উপর আক্রমন | Mozambico: fallito attentato contro un candidato presidenziale |
2 | মোজাম্বিকের ব্লগার কালোর্স সেররা [পর্তুগীজ ভাষায়] এবং পাওলো গ্রান্জো [পর্তুগীজ ভাষায়] রাজনীতিবিদ ডেভিজ সিমাঙ্গোর উপর ৮ তারিখ সোমবার হওয়া আক্রমণের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন। | Carlos Serra [port] e Paulo Granjo [port], blogger del Mozambico [it], commentano il fallito attentato contro Daviz Simango, neo-candidato alle elezioni presidenziali, verificatosi pochi giorni fa nella città di Nacala, principale porto nel nord del Paese. |
3 | উত্তর মোজাম্বিকের বন্দর নগরী নাকালায় তার উপর এই আক্রমণ চালানো হয়। | Oltre alle reazioni della blogosfera, le notizie sull'accaduto sono arrivate dal partito di Simango tramite Twitter (@mdmwiki [port]). |
4 | ব্লগস্ফেয়ারের এই প্রতিক্রিয়া ছাড়াও সিমাঙ্গোর দল (@এমিডএমউইকি) এই আক্রমনে টুইটার করেছিল। সিমাঙ্গো, বেইরা শহরের মেয়র এবং এ বছর তিনি তার নতুন দল এমিডএমের প্রতিষ্ঠা করেন যখন তিনি পুরোন বিরোধী দল রেনামোর সাথে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। | Simango [it] è sindaco di Beira e fondatore del nuovo partito MDM (Movimento Democrático de Moçambique), nato agli inizi dell'anno, dopo la rottura con la fazione politica all'opposizione di cui faceva parte, RENAMO [in]. |
5 | কিছুদিন আগে তিনি ও তার দল নিশ্চিত করেন যে রাষ্ট্রপতি ও অক্টোবরের নির্বাচনে অংশ নেবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। | È di pochi giorni fa l'annuncio da parte del neonato partito della sua candidatura alle elezioni presidenziali che si terranno in ottobre. |
6 | যে সময় সিমাঙ্গো গাড়ীতে করে দলের এক সভায় সভাপতিত্ব করার জন্য যাচ্ছিলেন, সে সময় কয়েকজন ব্যক্তি সন্নিবেশিত হওয়া জনতার ভীড়ের মধ্যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তার গাড়ী লক্ষ্য করে গুলি করে। | Simango stava recandosi a una riunione con il suo gruppo quando qualcuno fra la folla ha sparato alla macchina su cui viaggiava, usando le armi tolte alla polizia grazie alla calca del momento. |
7 | তিনি আঘাত থেকে রক্ষা পান, কিন্তু প্রচার মাধ্যম জানাচ্ছে যে তিনজন লোক আহত হয়েছিল, যার মধ্যে একজন পুলিশের লোকও রয়েছে। | Ne è uscito illeso ma la stampa segnala tre feriti fra cui un poliziotto. |
8 | প্রাথমিকভাবে মোজাম্বিকের স্বাধীন প্রচার মাধ্যম জানাচ্ছে যে আক্রমণকারীরা রেনামোর সদস্য ছিল। | Secondo le prime informazioni delle testate indipendenti, pare che gli autori dell'attentato siano alcuni sostenitori di RENAMO (Resistência Nacional Moçambicana) [in]. |