Sentence alignment for gv-ben-20090922-6417.xml (html) - gv-ita-20090921-7896.xml (html)

#benita
1মেক্সিকো: ইসলামের বাণী ছড়িয়ে দেওয়াMessico: diffondere il messaggio dell'Islam
2মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির পাতাল রেল বিশ্বের অন্যতম ব্যস্ত তম এক এলাকা এবং প্রতিদিন প্রায় ৪৫ লক্ষ লোক চলাচলের জন্য পাতাল রেল ব্যবহার করে।
3এই জনাকীর্ণতার সুযোগ নিয়ে এই এলাকা মেক্সিকোর কিছু মুসলমান কর্তৃক ইসলাম ধর্ম প্রচার করার (দাওয়াহ) স্থানে পরিণত হয়েছে।
4এই ভিডিওতে মুস্তাফা কিছু বিজ্ঞাপন দেখাচ্ছেন যেগুলো সম্প্রতি পাতাল রেলের কামরায় লাগানো হয়েছে।La rete metropolitana di Città del Messico è una delle più trafficate al mondo, con circa 4,5 milioni di passeggeri quotidiani.
5এই সমস্ত বিজ্ঞাপন লোকদের এই ধর্ম সম্বন্ধে জানার আহ্বান জানাচ্ছে।Cifre che hanno indotto un gruppo di musulmani messicani a praticarvi la Da'wa [it], una maniera di predicare la religione islamica.
6ইসলামিক কালচারাল সেন্টার ইন মেক্সিকো সিটি বা মেক্সিকোর ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র এই সমস্ত বিজ্ঞাপন নির্মাণ করেছে।
7তারা সপ্তাহের ছুটির দিনে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও করে থাকে।Nel seguente filmato Mustafa mostra una delle inserzioni affisse recentemente all'interno dei convogli della metropolitana, che invitano a conoscere meglio la fede musulmana.
8মেক্সিকো সিটির রাস্তায় ইসলামের বাণী ছড়িয়ে দেবার আরেকটি প্রচেষ্টা হচ্ছে।L'inserzione riguarda il Centro Culturale Islamico di Città del Messico [sp], dove nel fine settimana si svolge un evento culturale.
9আরেকটি ভিডিও দেখাচ্ছে একটি ভ্যান গাড়ি এই এলাকায় চলাফেরা করে, প্রতিবেশীদের এ সব অনুষ্ঠানে যোগ দেবার জন্য আহ্বান জানায়।Le strade di Città del Messico hanno visto altri tentativo di proselitismo musulmano: questo filmato riprende un furgone mentre percorre in lungo e in largo un quartiere, invitando la gente a una conferenza.
10সম্প্রতি প্রকাশিত এক আদমশুমারী অনুসারে মেক্সিকোতে রোমান ক্যাথলিকের সংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ।
11২০০৮ সালের এক পরিসংখ্যানে জানা যায় দেশটিতে ২৫,০০০ জন মুসলিম বাস করে, যা মোট জনসংখ্যার . ০২ শতাংশ।Secondo l'ultimo censimento, i messicani sono in netta maggioranza (88%) cattolici [in].
12যেখানে মুসলমানদের এইসব কার্যক্রম এবং অনুষ্ঠান বেশীরভাগ কেন্দ্রীয় জেলাগুলোতে হয়ে থাকে, সেখানে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস এলাকায় ছোট আকারে একদল ব্যক্তির ইসলাম গ্রহণের সংবাদ জানা গেছে।
13মেক্সিকো মনিটরের সাংবাদিক ও ব্লগার ফ্রাঙ্ক কনট্রেরাস আল জাজিরার ইংরেজী টেলিভিশন চ্যানেলের সাথেও কাজ করেন।
14২০০৮ সালে তিনি সংবাদ তৈরির জন্য মায়া আদিবাসীদের এক এলাকায় যান, যারা কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে।Sempre i dati del 2008 registrano 25.000 musulmani nel Paese [in], ossia lo 0,02% della popolazione.
15এই বিষয়ে এই ভিডিও সংবাদটি দেখুন, এখানে। মেক্সিকোতে মুসলিমরা ব্লগ ব্যবহার করছে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য ও ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য।Sebbene molte delle attività e degli eventi pubblici avvengano nel Distretto Federale, un piccolo gruppo di convertiti all'Islam residenti nello Stato meridionale di Chiapas è stato oggetto di un reportage.
16কালোর্স আলবার্টো রোজাস একই সাথে ইসা নামেও পরিচিত, তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা বা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।Il giornalista e blogger Franc Contreras, curatore di Mexicomonitor [in] e inviato di Al Jazeera English, nel 2008 si è recato sul posto per realizzare un servizio sul gruppo di indigeni Maya che hanno abbracciato la fede musulmana.
17তিনি একটি ব্লগ তৈরি করেছেন।Il filmato è disponibile qui [in].
18যে সমস্ত লোকেদের মনে ইসলাম সম্বন্ধে প্রশ্ন রয়েছে ও যারা এ বিষয়ে সাহায্য চায় এই ব্লগের মাধ্যমে তাদের তিনি সাহায্য করতে প্রস্তুত রয়েছেন।
19এখানে তিনি তাঁর ফোন নম্বর ও সময় উল্লেখ করে দিয়েছেন যাতে সবাই বুঝতে পারে যে তিনি কখন এই বিষয়ে সময় দিতে পারবেন [স্প্যানিশ ভাষায়]।
20যে কেউ তাকে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করতে পারবে, রোজা রাখা অথবা ভবিষ্যৎে কি কি অনুষ্ঠান হচ্ছে, সব কিছু সম্বন্ধে তারা জানতে পারবে। EmailAlcuni messicani musulmani ricorrono ai blog per comunicare con gli altri e contribuire a diffondere il messaggio dell'Islam.
21লিখেছেনEduardo Avila
22অনুবাদ করেছেন বিজয় লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »Carlos Alberto Rojas, noto anche come Isa, ha studiato all'Università Islamica di Medina [in].
23নাম (দরকারী) ইমেইল (প্রকাশ করা হবে না) (দরকারী)Sul proprio blog offre assistenza e risposte a chiunque abbia delle domande.
24ওয়েবসাইট ইমেইলের মাধ্যমে এই পোস্টের মন্তব্যগুলো পেতে চাইHa pubblicato i propri recapiti telefonici e le fasce orarie in cui è raggiungibile [sp] per rispondere a quesiti sull'Islam, sul digiuno o sulle iniziative in programma.