Sentence alignment for gv-ben-20090629-3936.xml (html) - gv-ita-20090629-5934.xml (html)

#benita
1ইরানী কর্মকর্তারা বিক্ষোভকারীদের পরিচয় জড়ো করছেনIran: le autorità chiedono aiuto online per identificare dei manifestanti
2ইরানের চলমান নির্বাচনোত্তর বিক্ষোভের সময়ে ইরানী বিক্ষোভকারীর ছবি অনলাইন প্রচুর ছাড়া হয়েছে (বিভিন্ন নাগরিক সাংবাদিকদের দ্বারা)।In Iran i partecipanti alle dimostrazioni post-elezioni [in] apparsi in alcune immagini pubblicate online sono ora nel mirino di un sito web [fa] della Guardia Rivoluzionaria Islamica [in].
3এখন ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে (গ্রেফতারের) লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।Il sito si chiama Gerdab (cioé ‘vortice') e fa parte del Centro Informativo per le Indagini sul Crimine Organizzato della Guardia Rivoluzionaria Islamica.
4এই ওয়েবসাইটের নাম গের্দাব (যার মানে ঘুর্নি) আর এটা তৈরী করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর তথ্য কেন্দ্র যারা সংগঠিত অপরাধ তদন্ত করে।
5এই সাইটে ২০ জনের ছবি দেখানো হয়েছে যাদের মুখের চারদিকে লাল গোল চিহ্ন আঁকা কোন প্রমাণ ছাড়া এই দাবি করতে যে তারা তেহরানে ‘হাঙ্গামা' সৃষ্টি করছে।In esso sono pubblicate le foto di 20 persone segnalate con cerchi rossi intorno al viso e si afferma, senza alcuna prova, che le persone ritratte sarebbero coinvolte nell'ondata di “caos” che ha travolto Teheran.
6নাগরিকদের আহ্বান করা হয়েছে ফোন করতে বা ইমেইল করতে তারা যদি ঐ ২০ জনের ছবির কাউকে সনাক্ত করতে পারে।I cittadini sono invitati a chiamare o inviare una email qualora fossero in grado di identificare i soggetti.
7গের্দাব আরো দাবি করেছে যে দেখানো দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।Secondo Gerdab, inoltre, le persone in questione sarebbero già in stato d'arresto.
8বাকী মানুষগুলো সম্পর্কে সাইটে আর কোন তথ্য নেই।Il sito non offre ulteriori informazioni in merito.
9কিছু ইসলামপন্থী ব্লগার এদের ছবি পুন:প্রকাশ করেছেন।Alcuni blogger islamisti hanno rilanciato [fa] le immagini.
10এর মধ্যে বিক্ষোভকারীদের কিছু সমর্থক নিজেরা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ইরানী নিরাপত্তা বাহিনীর আর বিশেষ করে সন্দেহভাজন গোপন এজেন্টদের আর নাগরিকদের অনুরোধ করেছেন তাদেরকে সনাক্ত করার জন্য।Nel frattempo, i sostenitori del movimento di protesta sono passati al contrattacco pubblicando diverse immagini delle forze di sicurezza iraniane, in particolare presunti agenti in borghese [in] mentre chiedono i documenti ai passanti.
11যেমন, একজন সন্দেহভাজন এজেন্টের ছবি আছে মোটরসাইকেলের পিছনে বসে তার বেল্ট থেকে বন্দুক বার করারত অবস্থায়।Come, ad esempio, l'immagine [in] di un presunto agente seduto sul sellino posteriore di una moto che estrae una pistola dalla cintola.
12বেশ কয়েকজন ব্লগার সন্দেহভাজন এই এজেন্টের ছবি প্রকাশ করেছেন, পাঠকদেরকে তাকে চিহ্নিত করার অনুরোধ করে।Parecchi blogger hanno pubblicato [fa] la foto del presunto agente chiedendo ai lettori di identificarlo.
13কয়েক দিন পরে তার নামে শোনা গেল যে সে বাসিজ নেতা আর কথিত মাল্টি মিলিয়ন ডলার ব্যাঙ্ক ঋণ আছে তার।Pochi giorni dopo sono iniziate a circolare delle voci sul suo nome, la sua carica di leader dei Basij [it] e un presunto debito bancario di svariati milioni di dollari.
14এই ধরনের সূত্র ছাড়া তথ্য অবশ্যই বিশ্বাসযোগ্য নয় আর এই প্রক্রিয়ায় এই লোকের কথিত নামের সাথে যার নামের মিল থাকবে তার জন্য ভয়ঙ্কর সমস্যা হতে পারে।Informazioni come queste non sono avallate da fatti né attendibili e potrebbero avere serie conseguenze per chiunque dovesse avere lo stesso nome del presunto colpevole.
15অনলাইন গুজব প্রায় বাস্তবতাকে সরিয়ে দেয়।Il pettegolezzo online può facilmente sostituirsi ai fatti.
16এটা প্রথমবার হবে না যে কোন ঘটনায় একটা ছবি সমস্যা বা জেলের কারন হয়েছে।Non sarebbe la prima volta che una foto provoca scandali o arresti durante un conflitto.
17তবে, এটা নতুন এক পদ্ধতি যে অনলাইনে তথ্য সংগ্রহ করে মানুষের পিছু নেয়া আর হত্যা করার ব্যাপারটি অফিসিয়ালি সিদ্ধ করা।In questo caso, però, ci troviamo di fronte ad un'evoluzione del reato di stalking [it] e della persecuzione, rastrellando informazioni online.
18Per seguire queste e altre vicende annesse, invitiamo a visitare la pagina dello speciale di Global Voices sulle Elezioni in Iran del 2009 [in].