Sentence alignment for gv-ben-20140120-41309.xml (html) - gv-ita-20140121-89510.xml (html)

#benita
1গ্রীসের ৩০ জন বেকারের জন্য কাজের সুযোগ করে দিল একটি টুইটার হ্যাশট্যাগGrecia: in 30 hanno un nuovo lavoro grazie a un hashtag su Twitter
2গ্রীক ভাষায় দেয়াল লিখন, “আমি কোন কিছুই আশা করতে পারিনা, আমি কোন কিছুর জন্যই ভীত নয়, কারণ আমি একজন বেকার”।Graffiti in greco: “Non spero per niente, non ho paura di niente, sono disoccupato,” una parafrasi di una famosa citazione di un famoso autore greco. Foto di SpirosK photography via Flickr.
3একটি সময়ে, যখন গ্রীসে বেকারত্বের অবস্থা টলটলায়মান হয়ে আশঙ্কাজনক ভাবে ২৭ শতাংশে গিয়ে পৌঁছে, তখন একটি টুইটার হ্যাশট্যাগ সে দেশের প্রায় ৩০ জন লোককে নতুন কাজ পেতে দারুণভাবে সহায়তা করে।CC BY-NC-ND 2.0 In un momento in cui la disoccupazione ha raggiunto il 27% in Grecia, un hashtag su Twitter ha aiutato circa 30 persone nel paese a trovare lavoro.
4অক্টোবর মাসের প্রারম্ভে ব্যবহারকারী @ডিমিট্রিস্করিড সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের দেশে এবং বিদেশে কাজের সুযোগ সম্পর্কে তথ্য শেয়ার করতে সাহায্য করার জন্য #আগেলিসারগাসিয়াস (চাকরির বিজ্ঞাপন) নামের হ্যাশট্যাগটি চালু করেন।#aggeliesergasias (annuncidilavoro) è stato creato dall'user @dimitrischrid [Gr] all'inizio di ottobre per aiutare gli utenti del social media a condividere informazioni riguardo le opportunità di lavoro in Grecia e all'estero.
5এর সহজে প্রবেশযোগ্য চাকুরীর পোর্টাল ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর তারিখে, ১১ ঘন্টার জন্য গ্রিক টুইটারে হ্যাশট্যাগটি একটি তুমুল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।L'11 dicembre, l'hashtag era un trending topic sul Twitter greco per 11 ore, utilizzato dagli user di Twitter e da popolari portali di impiego.
6আপনি কি জানেন যে, #আগেলিসারগাসিয়াস হ্যাশট্যাগটি গত বুধবার ১১ ডিসেম্বর তারিখে, ১১ ঘন্টার জন্য গ্রিক টুইটারে একটি তুমুল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল ?Sapevi che #aggeliesergasias è stato un Trending Topic mercoledì 11 per 11 ore in Grecia? http://t.co/HE05KfTGEB [en] #trndnl - Τάσεις στην Ελλάδα (@trendinaliaGR) december 12, 2013
7দেশে বেকারত্ব বৃদ্ধি সমস্যার বিরুদ্ধে এটা ইন্টারনেটে সংহতির প্রতীক হয়ে উঠেছে।L'hashtag è diventato un simbolo di solidarietà su Internet contro il problema crescente della disoccupazione nel paese.
8বেশ কিছু গ্রিক সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা উঠে এসেছে এবং এটিকে তাঁরা সহজ, বুদ্ধিমান এবং কার্যকর হিসেবে তুলে ধরেছে।Molti media greci hanno fatto riferimento all'iniziativa, definendola come semplice, intelligente ed efficace.
9কিপ টকিং গ্রিস নামক ব্লগটি এই অর্থনৈতিক সংকট দ্বারা প্রভাবিত গ্রীকদের “বাস্তব” গল্প শেয়ারে নিবেদিত।Il blog Keep Talking Greece [en], dedicato alla condivisione delle storie dei greci “reali” toccati dalla crisi, scrive:
10তাঁরা লিখেছে: কয়েক দিনের মধ্যে, অশান্তি ছড়িয়ে পড়ছিল: টুইটার ব্যবহারকারীরা তাঁদের জানা মতে বিভিন্ন পেশা সংক্রান্ত প্রস্তাব এখানে পোস্ট করতে শুরু করেন, যেখানে চাকুরিপ্রার্থীরাও তাদের অনুরোধ পোস্ট করতে থাকেন।In pochi giorni, si è scatenato l'inferno: gli user di Twitter hanno cominciato a pubblicare offerte di lavoro di cui erano a conoscenza o di cui avevano sentito parlare, mentre le persone in cerca di lavoro hanno cominciato a postare le loro richieste.
11পুনরায় টুইট এবং পছন্দতে যোগ করার মধ্য দিয়ে এই আধুনিক, সামাজিক মিডিয়া সেটে অথবা জেনেভায়, লন্ডন বা প্রিভেজাতে, এথেন্স বা জান্থিতে কাজের প্রস্তাব খোঁজার পথ দ্রুত সফল করে তোলে।I ReTweets e i Favoriti hanno contribuito al successo rapido di questo modo moderno basato sui social media per trovare lavoro ad Atene o Xanthi, a Londra o a Prevesa, a Cete o a Ginevra.
12উদ্ভাবক @ডিমিট্রিস্করিড প্রটাগন খবর ওয়েবসাইটে হ্যাশট্যাগটি এ পর্যন্ত কি ধরণের প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করেছেন:Il creatore dell'hashtag @dimitrischrid ha spiegato al sito di news Protagon [gr] l'effetto che l'hashtag ha avuto fin'ora:
13এখনও পর্যন্ত এটা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চাকরি অনুসন্ধানের জন্য এই পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন না। প্রায় ৩০ জন ব্যবহারকারি আমার কাছে বার্তা পাঠিয়ে বলেছে যে তার কাজ খুঁজে পেয়েছেন এবং এই জন্য আমাকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন।Fino ad adesso, ed è ancora presto e molti non conoscono ancora questo modo di cercare lavoro, circa 30 persone mi hanno mandato dei messaggi dicendo di essere state assunte e ringraziandomi per questo.
14[…] আমারা প্রত্যেকেই একটি হ্যাশট্যাগ তৈরি করতে পারি। এর সাফল্যের জন্য আমার অর্থ প্রাপ্তির কোন সুযোগ নেই, কিন্তু আমার প্রতিদিনের পাওয়া নৈতিক পুরস্কার বিশ্বের সমস্ত অর্থের সমতুল্য।[…] Ognuno di noi può creare un hashtag, non c'è alcun modo di essere pagati per il successo di queste creazioni, ma la ricompensa morale che ho ricevuto ogni giorno vale tutto il denaro nel mondo.
15এছাড়াও প্রচেষ্টাটি ফেসবুকেও প্রসারিত হয়েছে।Lo sforzo ha anche coinvolto Facebook [gr].