Sentence alignment for gv-ben-20120519-27087.xml (html) - gv-ita-20120523-60239.xml (html)

#benita
1ভিডিওঃ রাইজিং ভয়েসেস-এর প্রচার মাধ্যম প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতা বৃদ্ধিVideo: giornalismo e autogestione per Karen Border News
2বার্মা [মায়ানমার]- থাইল্যান্ড সীমান্তে রাইজিং ভয়েসেস এর অনুদান প্রকল্প “কারেন বর্ডার নিউজ' তাদের অডিও পডকাস্ট কর্মশালা চালু করেছে।Al confine tra Birmania e Tailandia, il progetto sostenuto da Rising Voices Karen Border News [en, come tutti i link successivi] ha avviato un seminario per la creazione di audio podcast.
3এই সংক্ষিপ্ত ভিডিওতে রেডিও সাংবাদিকতা বিভাগের ছাত্ররা, তাদের অভিজ্ঞতা তুলে ধরছে।In questo breve filmato gli studenti del corso di giornalismo radiofonico raccontano la loro esperienza.
4তাদের ব্লগ পোস্টে থেকে:Dal loro blog:
5প্রথম পর্বের প্রশিক্ষণের সময়, আমরা চারটি বিষয়ের উপর মনোযোগ প্রদান করেছি, সংবাদ লেখনি, অডিও রেকর্ডিং এবং সম্পাদনা, এবং প্রচার করা।Durante la prima parte del corso di formazione ci siamo concentrati su quattro punti: scrivere articoli, comporre e registrare servizi audio e trasmissioni radiofoniche.
6এই কর্মশালায় কেসএনজি প্রচার মাধ্যম কর্মীরা বেশীরভাগ প্রশিক্ষণ পরিচালনা করেছে।E' stato molto entusiasmante vedere come gli studenti migliorano le proprie conoscenze e apprendono nuovi modi di raccontare le loro storie.
7দুজন বিশেষজ্ঞকে আমরা প্রশিক্ষণ প্রদানে আহ্বান জানাই, এদের একজন হচ্ছে ইন্টারনিউজে কাজ করা অঙ্গ নাই এবং অন্যজন জ্যাক চান্স, যিনি একজন অভিজ্ঞ রেডিও প্রডিউসার এবং প্রচার মাধ্যম প্রশিক্ষক।Mentre lo staff del KSNG segue la maggior parte del corso, abbiamo anche invitato due specialisti, Aung Nai, che lavora per Internews e Jack Chance, un esperto produttore radiofonico e istruttore di tecnica della comunicazione.
8প্রশিক্ষণ কর্মসূচি ছাড়াও আমার কয়েকজন ছাত্রকে কিছু প্রচার মাধ্যমের উপাদান সরবরাহ করেছি, যার মধ্যে রয়েছে খাতা বা নোটবুক, প্রচার মাধ্যম গাইডবই এবং অডিও রেকর্ডার।Oltre al seminario, stiamo fornendo agli studenti strumenti, inclusi notebook, guide tecniche e registratori audio.
9কারেন বর্ডার নিউজ এজেন্সি ব্লগ অতীতের এক ব্লগ পোস্ট-এ, মায়ানমার সরকার এবং কারেন ন্যাশনাল ইউনিয়ন-এর মাঝে যুদ্ধ বিরতির প্রেক্ষাপটে তাদের এই প্রচেষ্টার গুরুত্ব ব্যাখ্যা করে:In un recente post, il blog del Karen Border News spiega l'importanza degli sforzi fatti nel contesto dei colloqui sulla tregua tra il governo del Myanmar e la Karen National Union:
10বেশীর ভাগ কারেন সতর্কতার সাথে এই যুদ্ধ বিরতি কে স্বাগত জানিয়েছে। কিন্তু এই শান্তিচুক্তি কারেনদের কতটা প্রভাবিত করবে, সে বিষয়ে বেশ উদ্বেগ রয়েছে, বিশেষ করে যখন কারেনরা নিজদের কারেন অঙ্গরাজ্যের বাইরে বাস করছে।La maggior parte dei karen (gruppo etnico birmano) hanno manifestato un cauto apprezzamento per la tregua, ma c'è molta preoccupazione per i possibili rischi sulla popolazione karen della riconciliazione, dal momento che molti di essi vivono attualmente fuori dai tradizionali confini dello Stato del Karen.
11এই প্রকল্প গ্লোবাল ভয়েসেস-এর একটি প্রচেষ্টা, যার উদ্দেশ্য দূরবর্তী অঞ্চলে বাস করা নতুন এক সম্প্রদায়ের নবীন কণ্ঠকে তুলে ধরতে সাহায্য করা এবং ওয়েবে বিশ্ব জুড়ে চলা আলোচনার জন্য স্থানীয় দলগুলোর জন্য উপাদান এবং অনুদান প্রদান করা, যে সমস্ত দল ওয়েবে কম উপস্থাপিত সম্প্রদায়ের সাথে কাজ করছে।Rising Voices è un'iniziativa solidale di Global Voices, mirata ad aiutare giovani autori provenienti da nuove comunità affinché si esprimano con moderni linguaggi nella comunicazione globale sul web fornendo loro risorse e finanziando gruppi locali di lavoro delle comunità senza rappresentanza.
12রাইজিং ভয়েসেস ২০১২ অনুদানপ্রাপ্ত ১২টি প্রকল্পের মধ্যে কারেন বর্ডার নিউজ অন্যতম।Il Karen Border News è uno dei progetti che ha recentemente ottenuto un mini-sovvenzionamenti da Rising Voices.