# | ben | ita |
---|
1 | চীনঃ খনি থেকে কয়লা উত্তোলনের ফলে হুলুনবুইর তৃণভূমি ধবংস | Cina: praterie mongole distrutte dalle attività minerarie |
2 | মঙ্গোলিয়ার অভ্যন্তরে উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি অন্যতম প্রাকৃতিক বিশাল তৃণভূমি হুলুনবুইর, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর বিস্তীর্ণ চারণভূমি, বনভূমি, নদী এবং লেক; যেখানে মঙ্গোলিয়ার রাখালেরা তাদের গরু ও ভেড়া চড়ায়। | La prateria di Hulunbuir, situata a nord-est della Mongolia interna, offre bellissimi scenari di vaste praterie, foreste, fiumi e laghi dove i pastori mongoli radunano il loro bestiame e le pecore. |
3 | এটি একটি বিখ্যাত দর্শনীয় স্থান। | È anche un famoso luogo turistico. |
4 | যাহোক, ভূপৃষ্ঠের উপরিতলের খুব কাছের একটি খনি থেকে কয়লা উত্তোলনের ফলে এই চারণভূমি দ্রুত ধবংস হয়ে যাচ্ছে। | Tuttavia, a causa dell'estrazione di carbone vicino alla superficie del terreno, la prateria viene erosa rapidamente. |
5 | হুলুনবুইর তৃণভূমির ধবংস | La scomparsa della prateria di Hulunbuir |
6 | সাংঘাই ভিত্তিক একজন মাইক্রো ব্লগার, বাওয়ি ১২ ই সেপ্টেম্বর,২০১২ তারিখে তার ওয়েবে কিছু ছবি পোস্ট [জেডএইচ] করেছেন এবং অন্যদের এই বিষয়টিতে নজর দিতে আহবান জানিয়েছেনঃ | Il 12 settembre 2012, Baoyi, un micro-blogger, ha pubblicato [zh, come gli altri link] alcune foto su Weibo, richiamando l'attenzione generale: Questo articolo è stato cancellato molte volte, per favore aiutatemi a inoltrarlo rapidamente. |
7 | খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হুলুনবুইর তৃণভূমি ধবংস। বাওয়ির ওয়েব ছবি | La prateria di Hulunbuir è una delle praterie più conosciute al mondo. |
8 | এই পোস্টটি অনেকবার মুছে ফেলা হয়েছিল, অনুগ্রহ করে এটি দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করুন। হুলুনবুইর তৃণভূমি পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত তৃণভূমি। | Ci sono più di 120 tipi di erba in questo pezzo di terra, tra cui erba da pascolo, frumento, erba medica e graminacee. |
9 | এখানে ১২০ প্রকারেরও বেশি ঘাস রয়েছে। | Ecco perché è conosciuta come il “regno del pastore”. |
10 | এদের মধ্যে রয়েছে মিডও, গম, আলফালফা এবং স্পিয়ার ঘাস। এই কারণে এটি “রাখালের পিতল সাম্রাজ্য” নামে পরিচিত। | In estate è anche una località turistica, dove si possono ammirare cielo azzurro, terre verdi e pastori che cavalcano liberamente su cavalli in un enorme spiazzo di terra. |
11 | গ্রীষ্মের সময় এটি একটি দর্শণীয় স্থানও বটে, যখন আপনি দেখতে পাবেন নীল আকাশ, সবুজ প্রান্তর এবং বিশাল ভূমিতে মুক্তভাবে রাখালের ঘোড়া চড়ানোর দৃশ্য। | Tuttavia, l'industria per l'estrazione del carbone sta distruggendo tutto qui. La prateria di Hulunbuir distrutta dalle attività di estrazione del carbone. |
12 | যাহোক, কয়লা উত্তোলন শিল্পটি সবকিছু ধবংস করে দিচ্ছে। | Foto di Baoyi su Weibo. |
13 | বিখ্যাত ব্লগার ঝাই মিং লেই আলোচনায় [জেডএইচ] অংশ নিয়েছেন: | Zhai Ming Lei, un noto blogger, si unisce alla discussione: |
14 | এটা খুবই বেদনাদায়ক। | Tutto ciò è veramente drammatico. |
15 | মঙ্গোলিয়ার অভ্যন্তরে যে দু'টি তৃণভূমি আছে তার মধ্যে একটি হছে হুলুনবুইর তৃণভূমি (অন্যটি হচ্ছে এক্সিলিন গল)। | La prateria di Hulunbuir è uno dei due pezzi di praterie rimaste nella Mongolia interna (l'altra è Xilin Gol). |
16 | এটা ভালোভাবে সংরক্ষিত ছিল। | È stata ben mantenuta. |
17 | এখানে কয়লা খনি উত্তোলনের নির্দেশ কে দিয়েছে? | Chi ha deciso di estrarre il carbone qui? |
18 | এটা বোকার মতো সিদ্ধান্ত। | È una decisione stupida. |
19 | কর্তৃপক্ষ কিভাবে এমন একটি মূল্যবান চারণভূমি ছেড়ে দিয়ে একটি ছোট দ্বীপের পেছনে এতোটা শ্রম দিচ্ছে? (দিয়াওয়ু দ্বীপ নিয়ে দ্বন্দ্বের প্রতি ইঙ্গিত করে)। | Come possono le autorità abbandonare un pezzo di prateria così prezioso, ma spendere così tanta energia per una piccola isola [riferendosi al conflitto dell'isola di Diaoyu]. |
20 | ঝাই তৃণভূমির পরিবেশের ভারসাম্যের অবস্থা ব্যাখ্যা করেছেন এভাবেঃ | Zhai spiega le condizioni della prateria: |
21 | এটা কিভাবে হতে পারে যে, আমরা তৃণভূমিটি খনন করতে পারি? | Per quale motivo non si deve scavare la prateria? |
22 | এখানে মাটির উপরিভাগ খুবই পাতলা, যথাসম্ভব ০. ৫ মিটার। | Lo strato più superficiale del terreno è molto sottile, 0,5 metri. |
23 | মাটির নিচে প্রাচীনকাল থেকে সমুদ্রতল থেকে আসা বালির স্তর। | Sotto il terreno c'è uno strato di sabbia appartenente all'antico letto dell'oceano. |
24 | এ কারণেই তৃণভূমিটি সহজেই বালুময় হওয়ার সম্ভাবনা রয়েছে। | Ecco perché la prateria è facilmente soggetta a desertificazione. |
25 | এটাকে রক্ষা করতে আমাদের সর্বপ্রকারের চেষ্টা করা উচিত ছিল। | Abbiamo dovuto consumare tutte le nostre energie per proteggerla. |
26 | খনি উত্তোলন কাজটি এখন বালুময়তা ও বালু ঝড়ের সম্ভাবনাকে আরও দ্রুত ঘটতে সাহায্য করবে। | E ora le attività di estrazione aumenteranno la rapidità della desertificazione e le tempeste di sabbia. |
27 | সরকারী কর্মকর্তারা কি সবাই মৃত? | I funzionari del governo sono tutti morti? |
28 | এটা কিভাবে হতে পারে যে কেউ এই ব্যাপারটা নিয়ে কাজ করছে না? | Come mai nessuno si sta preoccupando di ciò che accade? |
29 | তিনি আরও বলেছেনঃ | E aggiunge: |
30 | প্রাচীনকাল থেকে মঙ্গোলীয়রা কখনও তাদের ভূমি খনন করেনি। | I mongoli non hanno mai scavato la loro terra, sin dai tempi antichi. |
31 | তারা পানির জন্য কখনও কুয়াও খনন করেনি। | Non scavano nemmeno pozzi per prendere l'acqua. |
32 | তারা এই ভূমিকে তাদের মা এবং আকাশকে তাদের বাবা বলে মনে করে এবং তারা তাদের ভূমি কখনও খনন করবেনা। | Considerano la terra come la loro madre e il cielo come il loro padre, e non scaveranno mai la loro terra. |
33 | তারা এমনকি কোনো লতাপাতার শেকড়ও নষ্ট করেনা। | Non mangiano nemmeno le radici di alcun tipo di vegetazione. |
34 | খনি উত্তোলন কাজ যে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ ধবংস করছে তাই নয় বরং আমাদের সংস্কৃতির ওপর একটি আক্রমণ। | Le attività di estrazione non solo distruggono l'ambiente naturale, ma rappresentano anche un'invasione culturale. |
35 | (ইতিহাসের পেছনের দিকে ফিরে তাকালে দেখা যাবে, সিনো-জাপানিজ যুদ্ধের সময় যখন জাপানি সৈন্য বাহিনী মানচুরিয়া আক্রমন করেছিল এবং তারা উদ্বিগ্ন ছিল যে চীনা সৈন্যবাহিনী লেকের পানিতে বিষ মিশিয়ে দিতে পারে, তখন তারা কুয়াটি খনন করেছিল। | (Se guardiamo indietro nella storia, il primo pozzo venne aperto durante la guerra sino-giapponese, quando l'armata giapponese invase la Manciuria ed era preoccupata che l'armata cinese potesse avvelenare il lago. |
36 | যুদ্ধের সময়ের চেয়ে এখন পরিস্থিতি আরও খারাপ)। | Ora la situazione è ancora peggiore di quella in tempi di guerra.) |
37 | তৃণভূমিতে এই নির্বুদ্ধিতা বন্ধ করুন। | Fermate il crimine nella prateria! |