Sentence alignment for gv-ben-20100630-11481.xml (html) - gv-ita-20100616-20759.xml (html)

#benita
1দক্ষিণ কোরিয়া: কষ্টকর অভিজ্ঞতা থেকে তেল পড়াকে বোঝাCorea del Sud: ricordi e riflessioni locali sul disastro della piattaforma petrolifera BP nel Golfo del Messico
2সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিপি কোম্পানির তেল পড়ার দুর্ঘটনার খবর যখন দক্ষিণ কোরিয়াতে আসে, অনেক কোরিয়ান ব্লগারদের চোখের সামনে ভেসে ওঠে ২০০৭ সালে কোরিয়ার ইতিহাসের ভয়াবহ তেল দুর্ঘটনার স্মৃতি। তারা তেল পড়া দুর্ঘটনার শিকারদের জন্য তাদের চিন্তা আর সমবেদনা জানাচ্ছেন।Non appena diffusasi anche in Corea del Sud la notizia del disastro ambientale della piattaforma petrolifera Deepwater Horizon della BP [it] negli Stati Uniti, numerosi blogger coreani hanno espresso preoccupazioni e solidarietà alle vittime di questa catastrofe ambientale - anche perché sono ancora freschi i terribili ricordi del disastro petrolifero del 2007, il peggiore nella storia della Paese [en].
3২০০৭ সালের ডিসেম্বর মাসে ২. ৭ মিলিয়ন গ্যালন অশোধিত তেল কোরিয়ার দৃষ্টিনন্দন পশ্চিম সমুদ্রতটে ভেসে আসে যখন পোর্ট অফ দাইশানের কাছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজের একটা ক্রেন বার্জ হেবে স্পিরিট নামে হংকং এ রেজিস্টার করা অশোধিত তেলবাহী জাহাজের সাথে ধাক্কা খায় এবং তেল নির্গত হয়।Nel dicembre 2007, 11 milioni di litri di petrolio grezzo si sono riversati nel pittoresco mare occidentale coreano vicino al porto di Daesan, nella contea di Taean, sulla costa del Mar Giallo, dopo che il pontone di una gru di proprietà della Samsung Heavy Industries è entrato in collisione con l'Hebei Spirit, una petroliera immatricolata a Hong Kong, inondando di petrolio grezzo la costa occidentale della Corea.
4তায়েয়ান কাউন্টির ইয়েলো সমুদ্রের তীরের কাছে এই দুর্ঘটনার ফলে কোরিয়ার পশ্চিম তীর কালো অশোধিত তেলে ভরে যায়।Circa un milione e duecentomila persone di diverse estrazioni sociali si sono adoperate come volontari nell'opera di ripulitura della fascia costiera interessata, che è andata avanti per parecchi mesi.
5[ছবি একজন ব্লগারের সৌজন্যে যিনি স্বেচ্ছাসেবী হিসাবে তেল পরিষ্কার করার কাজে ছিলেন]Celebrità, politici e professionisti con competenze di diverso tipo hanno pulito i sassi coperti di petrolio a mano, uno a uno, utilizzando materiali assorbenti per togliere il petrolio depositatosi.
6বিভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা প্রায় ১২ লাখ লোক স্বেচ্ছাসেবী হিসাবে দক্ষিণ কোরিয়ার পশ্চিম তীর পরিষ্কারে অংশগ্রহণ করেন যা বেশ কয়েক মাস ধরে চলেছে।Una volontaria dell'operazione pulizia di Taean ha riportato sul suo blog [ko] i disturbi sofferti durante le operazioni di pulizia e nei giorni seguenti, dovuti al forte odore del petrolio:
7তারকা, রাজনীতিবিদ আর চাকুরিজীবীরা একটা একটা করে তেলে ভরা পাথর হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছেন।Anche dopo aver rimosso il petrolio, Taean è ritornata ad essere sporca quando l'acqua è risalita.
8তারা সাহায্য নিয়েছিলেন শোষক পদার্থের যা পড়ে থাকা তেল শুষে ফেলে।L'odore del petrolio mi ha causato nausea e mal di testa… Anche dopo esser tornata a casa, ho continuato ad avere malesseri e nausea.
9তায়েয়ান এর তেল পরিষ্কার করায় অংশগ্রহণ করা একজন মহিলা স্বেচ্ছাসেবী তার ব্লগে জানিয়েছেন যে পরিষ্কারের সময়ে আর তার পরের দিনগুলোতে তেলের জোরালো গন্ধের কারনে মৃদু যন্ত্রণা ভোগ করেছেন: আমি এখনো মাঝে মাঝে অসুস্থতা আর বমি ভাব বোধ করি।Anche se il governo coreano ha inviato sulla costa occidentale centinaia di navi, gru, elicotteri e aerei, è stato il lavoro manuale dei presenti a dare il contributo più determinante nell'operazione di pulizia: il petrolio era penetrato lungo e in largo nel paesaggio articolato della costa, celandosi nella sabbia e nei milioni di rocce che vi giacciono.
10যদিও কোরিয়ার সরকার শত শত জাহাজ, ক্রেন, হেলিকপ্টার আর প্লেন পশ্চিম তীরে পাঠিয়ে দিয়েছিল, বেশীরভাগ পরিষ্কারের কাজ মানুষের হাতের উপরে নির্ভর করছিল যেহেতু তেল তীরের বিস্তৃত জটিল স্থানে গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বিশেষ করে বালুতে আর লক্ষ্ লক্ষ পাথরের ফাকে।
11একজন ব্লগার তার ডাউম ব্লগে জানিয়েছেন যে বিপির তেলের পরিষ্কারের কাজ দ্রুত হতে পারে যদি আরো লোক আর অর্থ এই প্রক্রিয়াতে দেয়া হয়, আর একই সাথে আমেরিকার তেল পরিষ্কার করার উন্নত যন্ত্রপাতির ব্যাপারে হিংসা দেখিয়েছেন:
12যেহেতু আমেরিকা ধনী দেশ, দূর্ঘটনা স্থলে অনেক উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি পাঠানো হয়েছে। সম্ভাবনা আছে যে পরিষ্কারের প্রক্রিয়া মানুষ যা ভেবেছিল তার থেকে সহজ হবে।Un blogger fa notare [ko] che l'attività di pulizia della fuoriuscita di petrolio BP potrebbe velocizzarsi se ci fossero maggior manodopera e risorse finanziarie, esprimendo allo stesso tempo una sorta d'invidia per l'equipaggiamento di alto livello impiegato negli Stati Uniti:
13এটা আমাদের ক্ষেত্রে হাত দিয়ে একটা একটা করে (তেলে আক্রান্ত) পাথর পরিষ্কার থেকে আলাদা..Essendo gli Stati Uniti un Paese ricco, sono state messe in campo molte apparecchiature di alta qualità e in quantità notevoli.
14…আমেরিকা তেল দূষণ ট্রাস্ট ফান্ড গঠন করেছে… (তেল পড়া দায়ী ট্রাস্ট ফান্ড থেকে) প্রত্যেকটা ঘটনার জন্য ১ বিলিয়ন ডলার খরচের একটা মাত্রা দিয়ে।
15এটা খুব কম যেহেতু যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নেই যেমন কোরিয়াতে ছিল।C'è la possibilità che l'operazione di pulizia possa essere molto più agevole di quanto la gente si aspetti.
16স্থানীয় মিডিয়া জানিয়েছে যে তায়েয়ান দুর্ঘটনায় তেল পড়ার পরিমান বিপির দুর্ঘটনায় একদিনে যে তেল পড়ে গেছে তার মাত্র দুই তৃতীয়াংশ ছিল। আর এক্সন ভাল্ডেজ এর তেল পরার দুর্ঘটনার মাত্র এক তৃতীয়াংশ।La situazione è il contrario del nostro lavoro di pulizia manuale degli oggetti contaminati, uno per uno… Gli Stati Uniti hanno istituito un fondo di responsabilità per le fuoriuscite di greggio …con un tetto di spesa (secondo l'Oil Spill Liability Trust Fund) di 1 miliardo per ogni incidente.
17তারপরেও এটা ভয়ঙ্কর ছিল কোরিয়ার সর্ববৃহৎ জলীয় স্থানের সামুদ্রিক জীবন হত্যার মাধ্যমে।È davvero troppo poco, poiché negli Stati Uniti non ci sono così tanti volontari coinvolti, come invece accaduto in Corea.
18এটি মৎস শিল্পকে ধ্বংস করেছে আর ৪৪৫ সামুদ্রিক খামার, পর্যটন শিল্প আর একটি জাতীয় সামুদ্রিক পার্ককে আক্রান্ত করে - ফলে অনেক মানুষের জীবিকা ধ্বংস হয়।Secondo quanto riportato [ko] dalle testate locali, la fuoriuscita di petrolio a Taean è stata soltanto due terzi di quella giornaliera fuoriscita dal condotto della BP, e un terzo della falla della Exxon Valdez del marzo 1989 [it].
19কোরিয়ার একটা বৃহৎ বহুজাতিক কর্পোরেশন স্যামসাংকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়, খোলা তারের মাধ্যমে বেধে রেখে তাদের বার্জকে নিয়ন্ত্রণবিহীনভাবে ছেড়ে দেয়ার জন্য।Ciò nonostante, la marea nera è stata talmente devastante da uccidere la vita marina in una delle aree umide più estese della Corea, danneggiando il settore della pesca, 445 impianti di acquacoltura, e l'attività turistica, contaminando il parco nazionale marittimo ed eliminando i mezzi di sussistenza a molte persone.
20মেক্সিকো উপসাগরের তেল পড়ার ঘটনার পরবর্তী খবর যখন জানা যায়, কোরিয়ানরা মনে করেছেন যে স্যামসাং হেভী ইন্ডাস্ট্রিজকে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।Samsung, una delle maggiori multinazionali coreane, è stata accusata di aver causato il disastro per aver permesso che la sua chiatta si muovesse liberamente senza i cavi collegati a un rimorchiatore.
21নেভার প্লাটফর্মের একজন ব্লগার অস্বস্তির ভাব প্রকাশ করেছেন সরকার আর কোম্পানির প্রতি যারা তাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন:Con le notizie del disastro nel Golfo del Messico, i coreani hanno ricordato come la Samsung Heavy Industries se la sia poi cavata con una sanzione relativamente leggera.
22এই [বিপি তেল পড়া] আমাকে ২০০৭ সালের কোরিয়াতে তায়েয়ান তেল পড়ার কথা মনে করিয়ে দেয়।Il blogger Naver [en] esprime giudizi negativi nei confronti del governo e delle imprese che si sottraggono alle proprie responsabilità:
23আমরা দ্রুত এটা কাটিয়ে উঠেছিলাম অনেক স্বেচ্ছাসেবীর সহায়তায়…মনে হচ্ছে আমেরিকা সরকারের জন্য এটা কষ্টকর হবে এই ঘটনায় দেরীতে সাড়া দেবার পরে সমালোচনা থেকে বের হয়ে আসতে।Questo [la fuoriuscita di petrolio delal piattaforma BP] mi ricorda la falla di Taean nell'inverno 2007 in Corea. Ci siamo ripresi rapidamente grazie al sostegno di numerosi volontari…Sembra difficile per gli Stati Uniti sfuggire alle critiche sulla risposta tardiva a questo incidente.
24এখন সরকার বিপির উপরে সব দায়িত্ব দিচ্ছে।Ora il governo tenta di riversare tutte le responsabilità sulla BP.
25এটা আমাকে স্যামসাং হেভী ইন্ডাস্ট্রিজ তায়েয়ান তেল পড়ার দায়িত্বের রায়ের কথা মনে করিয়ে দেয়, যেখানে স্যামসাং পার পেয়ে যায় মাত্র ৫. ৬ বিলিয়ন কোরিয়ান ওন [প্রায় ৪.Ciò mi ricorda il verdetto sulla responsabilità della fuoriuscita di petrolio di Taean ai danni della Samsung Heavy Industries, che poi se la cavò con un risarcimento di appena 5,6 miliardi di won coreani [circa 4,6 milioni di dollari statunitensi].
26৬ মিলিয়ন মার্কিন ডলার] ক্ষতিপূরণ দিয়ে।
27এইসব আমার মধ্যে তিক্ততা তৈরি করে।Tutto questo mi lascia con l'amaro in bocca.
28তাদের ক্ষতিপূরণের মাত্রা ৫. ৬ বিলিয়ন কোরিয়ান ওন এ নির্দিষ্ট থাকলেও আদতে স্যামসাংকে মাত্র ৩০ মিলিয়ন কোরিয়ান ওন বা প্রায় ২২,০০০ ডলার জরিমানা দিতে হয়।Con il tetto di risarcimento limitato a 5,6 miliardi di won, la Samsung è stata condannata a una multa di soli 30 milioni di won, equivalenti a 22.000 dollari statunitensi.
29কিছু ব্লগার এই ব্যাপারটা বাস্তবতার নিরিখে দেখছেন।Qualcuno preferisce affrontare l'argomento da un punto di vista realistico.
30নেভার প্লাটফর্মের একজন ব্লগার এই অনুমান করেছেন যে বিপির তেলের দূর্ঘটনা বিশ্বব্যাপী তেলের দামের উপরে প্রভাব ফেলবে।Il blogger Naver interviene [en] sulla futura speculazione che sarà determinata dal disastro petrolifero BP sui prezzi del petrolio, anticipando che quest'anno non tarderà a superare i 100 dollari al barile.
31তিনি নিজে এটা ভবিষ্যদ্বাণী করেছেন যে শীঘ্রই এই বছরে তা ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে প্রতি ব্যারেলে।Un altro blogger su OhMyNews, ha sottolineato [ko] l'urgenza di trovare una soluzione radicale per fermare i ricorrenti disastri del petrolio:
32ওহমাইনিউজ প্লাটফর্মের একজন ব্লগার জোর দিয়েছেন জরুরীভাবে তেলের দূর্ঘটনা থামানোর পথ খুঁজে বের করার:Il mondo ha bisogno di passare dalla pesante dipendenza dal petrolio all'uso dell'energia ecocompatibile al più presto possibile…Apparteniamo tutti allo stesso pianeta, non si tratta più di qualcosa che non ci riguarda.
33বিশ্বের দরকার তেলের উপরে অতিরিক্ত নির্ভরতা থেকে সরে গিয়ে যত দ্রুত সম্ভব পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা শুরু করা…আমরা সবাই একই বিশ্বের অংশ, এটা অন্য লোকের ব্যাপার আর না।Nel complesso, i coreani, rimasti scottati dal disastro petrolifero che li ha colpiti nel 2007, hanno espresso sincere preoccupazioni sulla fuoriuscita senza fine del petrolio negli Stati Uniti e sulle relative conseguenze a livello globale.
34কোরিয়ানরা, তাদের তেল দূর্ঘটনায় ভোগার পরে, তাদের আন্তরিক চিন্তা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে লাগাতার তেল দুর্ঘটনার ব্যাপারে আর বিশ্বে উপরে এর যে প্রভাব পড়বে তা নিয়ে।