Sentence alignment for gv-ben-20140130-41483.xml (html) - gv-ita-20140205-90197.xml (html)

#benita
1দক্ষিণ কোরিয়ার ২ কোটি গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য চুরিCorea del Sud: sottrazione di dati senza precedenti coinvolge 20 milioni di persone
2ছবি ফ্লিকার ব্যবহারকারী ডন হ্যানকিন্সের (সিসি বিওয়াই ২.Immagine dall'utente Flickr Don Hankins(CC BY 2.0)
3০) দক্ষিণ কোরিয়ায় বিপুল সংখ্যক ক্রেডিট কার্ড গ্রাহকের তথ্য চুরি হয়েছে।
4আর এই তথ্য চুরির ফলে দক্ষিণ কোরিয়ার ২০ মিলিয়ন মানুষ ক্ষতির আশংকা করছেন।
5যা দেশের মোট জনসংখ্যার দুই-পঞ্চমাংশ। ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছেন এক কনসালট্যান্ট।Un furto in larga scala e senza precedenti dei dati degli utenti ha colpito [en] 20 milioni di persone in Sud Corea, circa 2 quinti dell'intera popolazione nazionale.
6তিনি কোরিয়া ক্রেডিট ব্যুরো নামের একটি পার্সোনাল ক্রেডিট রেটিং কোম্পানিতে কাজ করতেন। তিনি তথ্য চুরি করে ফোন মার্কেটিং কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিয়েছেন।Le informazioni sono state prelevate [en] da un consulente che lavorava per una compagnia di valutazione del credito personale, la Korea Credit Bureau, che ha effetuato l'accesso alle banche dati di tre maggiori compagnie di carte di credito, e ha venduto le informazioni a compagnie telefoniche di marketing.
7উল্লেখ্য, কোরিয়া ক্রেডিট ব্যুরো দেশের প্রধান তিনটি ক্রেডিট কার্ড কোম্পানির তথ্যভান্ডারে ঢুকতে পারতো। এই মাত্রায় গোপনীয় তথ্য চুরি সত্যিই আতঙ্কজনক: নাম, ফোন নম্বর, সোশ্যাল সিকিউরিটি নম্বর মতো মৌলিক তথ্য ছাড়াও অতি গোপনীয় তথ্যও চুরি গেছে।Le dimensioni [ko, come i link seguenti, salvo diversa indicazione] della sottrazione dei dati personali è veramente impressionante: non sono state sottratte soltanto le informazioni generiche quali nome, numero di telefono e numeri dell'assistenza sociale, ma anche dati critici che potrebbero condurre a seri abusi, quali date di scadenza delle carte di credito, reddito annuale, status residenziale, limite del credito, storia creditoria e resoconti creditori.
8যা ব্যবহার করে গ্রাহককে সংকটপূর্ণ পরিস্থিতিতে ফেলা যাবে।In alcuni casi, sono state sottratte fino a 21 tipi di informazioni personali.
9অতি গোপনীয় তথ্যের মধ্যে রয়েছে ক্রেডিট কার্ডের মেয়াদ উত্তীর্ণের সময়, বার্ষিক আয়, বাসার ঠিকানা, সর্বোচ্চ ঋণের পরিমাণ, ঋণের ইতিহাস এবং নথি।Subito dopo la diffusione della notizia, non solo folle di infuriati clienti si sono ammassate nelle locali agenzie delle compagnie assicurative, ma hanno anche pubblicato su Twitter una lunga lista dei dati personali sottratti, seguiti da commenti sarcastici ed esplicite imprecazioni, indirizzati alle compagnie ed alle autorità:
10কিছু কিছু ক্ষেত্রে ২১ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তথ্য চুরির খবর প্রকাশিত হওয়ার পরপরই আতংকিত গ্রাহকরা কার্ড কোম্পানির স্থানীয় অফিসে দৌড়ানোর পাশাপাশি তাদের যেসব তথ্য চুরি গেছে সেগুলোর লম্বা তালিকা টুইটারে শেয়ার করেছেন।Nome, numero dell'assistenza sociale, numero della carta, telefono di casa, numero del cellulare, indirizzo del luogo di lavoro, impiego lavorativo, nome del datore di lavoro, stato residenziale, domanda della password, limite della carta di credito, informazioni sulla carta di credito da altre compagnie, classificazione creditoria, conto bancario associato alla carta… Mi è stata rubata questo il tipo di informazione.
11কেউ কেউ কার্ড কোম্পানি এবং কর্তৃপক্ষ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন:E ancora ti dicono di non preoccuparti, perchè almeno il CVC (Codice di Verifica della Carta) [en] non è stato sottratto.
12নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর, কার্ড নম্বর, বাড়ির ফোন নম্বর, বাড়ির ঠিকানা, মোবাইল ফোন নম্বর, অফিসের ঠিকানা, অফিসের পদবি, অফিসের অফিসিয়াল নাম, বাড়ির মালিকানা, পাসওয়ার্ড প্রশ্ন, ঋণের পরিমাণ, অন্যান্য কোম্পানির ক্রেডিট কার্ডের তথ্য, ক্রেডিট রেটিং, ক্রেডিট কার্ডের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য… এই ধরনের তথ্য চুরি গেছে।
13যদিও তারা কার্ড ভেরিফিকেশন নম্বর চুরি না হওয়ার কারণে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন।
14আমি তাদের মুখে ঘুষি মারতে চাই।Gli vorrei dare un pugno sui denti.
15@_2on_: আমার নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর, মোবাইল ফোন নম্বর, বাসার ফোন নম্বর ও ঠিকানা, অফিসের তথ্য, কার্ড নম্বর, কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ, কার্ডের তথ্য, কার্ডের টাকা পরিশোধের তথ্য, ঋণের পরিমাণ, বার্ষিক আয়, ইমেইল, অফিসের নম্বর, অফিসের ঠিকানা ইত্যাদি তথ্য চুরি হয়েছে […]।
16এখন আমার পাসওয়ার্ড রেখে আর কী করবেন, এটাও দিয়ে দেন!
17গ্রাহকদের ক্ষোভ প্রশমিত করতে কর্তৃপক্ষ বলেছে, চুরি যাওয়া তথ্য দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এজন্য ঘটনার কয়েকদিন পর গ্রাহকদের সুরক্ষা দিতে তারা বিশেষ প্যাকেজের ঘোষণা দিয়েছে।@_2on_: Il mio nome, numero dell'assistenza sociale, numero del cellulare, telefono ed indirizzo di casa, informazioni sul posto di lavoro, numero della carta di credito, data di scadenza, informazioni sul pagamento della carta, limiti del credito autorizzato, reddito annuo, email, numero del lavoro e l'indirizzo del posto di lavoro, mi sono stati rubati.
18এরমধ্যে ক্ষতিগ্রস্ত কোম্পানিকে কিছু শাস্তির ব্যবস্থা রেখেছে।Perchè non date via anche la mia password?
19বিভিন্ন আর্থিক কোম্পানিকে গ্রাহকদের কাছ থেকে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নেয়া এবং এগুলো তৃতীয় কোনো পক্ষকে হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করেছে। ক্রেডিট কার্ডের গ্রাহকদের সেবার সময় বাড়ানো হয়েছে।Le autorità cercano di attenuare il rancore dell'opinione pubblica sottolineando che non vi sono verificati ancora abusi a seguito dell'intrusione, e nei giorni seguenti hanno adottatato una serie di contromisure, che comprendono punizioni più severe applicate alle compagnie interessate (sospensione dell'attività e multe più alte); limitazioni imposte alle imprese finanziarie sulla raccolta di dati non necessari dei clienti ad alla loro negoziazione con altri soggetti; estensione degli orari di assistenza clienti; limite di cinque anni alla conservazione dei dati di un vecchio cliente.
20তাছাড়া গ্রাহকদের পাঁচ বছরের তথ্য সংরক্ষণ করতে নির্দেশ দেয়া হয়েছে।Le compagnie di carte di credito si impegnano a compensare pienamente per eventuali perdite e per le spese di riemissione delle carte su richiesta.
21তথ্য চুরির কারণে গ্রাহক কোনো ক্ষতির সম্মুখীন হলে কোম্পানিগুলো তাদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
22এবং গ্রাহকদের নতুন কার্ড নেয়ার অনুরোধ জানিয়েছে।
23তবে অনেকেই এতে সন্তুষ্ট না।Non molti però sono soddisfatti.
24তাদের এটা জানা প্রয়োজন যে, কার তথ্য চুরি হয়নি এটা জানা খুব সহজ।Devono sapere che ora è molto più facile trovare qualcuno i cui dati non siano stati sottratti.
25তারা কেন ক্রেডিট কার্ড পুনরায় ইস্যু করার পথ খোঁজে?Riemissione di carta su richiesta?
26এটা যদি সবচে' কার্যকর উপায় হয়, তাহলে তারা যেসব গ্রাহক নতুন কার্ডের জন্য আবেদন করেছেন শুধু তাদের জন্য না করে সব গ্রাহকের জন্য কার্ড পুনরায় ইস্যু করতে পারে।
27তবে রেগুলেটরি কোম্পানি ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছে।Se questa fosse una misura efficace, dovrebbero sostituire tutte le carte dei loro clienti e non solo quelle di chi ne faccia richiesta.
28যা গ্রাহককে চিহ্নিত করার ক্ষেত্রে একটি অতিরিক্ত ধাপ তৈরি করবে। ফলে গ্রাহকদের ভোগান্তি আরো বাড়বে:La misura meno benvoluta fra quelle annunciate, è quella dell'inserimento di una procedura addizionale nell'iter di identificazione, che comporta ulteriori incomodi per gli utenti:
29কোম্পানির কারণে তথ্য চুরি গেছে। তবে এখন এ ঘটনার যাবতীয় ভোগান্তি গ্রাহকদের বহন করতে হবে।Le compagnie hanno fatto filtrare le informazioni, ma è l'utente che deve sopportare gli incomodi dell'incidente.
30কী হাস্যকর যুক্তি!Logica perversa.
31আরটি@টিবিকা: ব্যক্তিগত তথ্য চুরির বিরুদ্ধে কর্তৃপক্ষ সমন্বিত পরিমাপ পদ্ধতির ঘোষণা দিয়েছে।
32তাদের পরিমাপের মধ্যে একটি হলো, “ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কেনার সময়ে চিহ্নিতকরণের জন্য একটি অতিরিক্ত ধাপ সৃষ্টি হবে” যা মানুষের বিরক্তির উদ্বেগ করবে।RT@tebica; Le autorità stanno annunciando misure complessive contro la violazione della privacy delle informazioni personali, ed una delle misure, “adozione di un passo aggiuntivo nel processo di identificazione, durante un'acquisto con carta di credito”, provoca il furore delle persone.
33জাতীয় পর্যায়ে তথ্য চুরির ঘটনা এটিই প্রথম নয়, তবে এটা নিশ্চিতভাবেই সর্ব বৃহৎ।
34অনেকেই বিষয়টি নিয়ে তত্ত্বীয়ভাবে পরিমাপ করার আবেদন জানিয়েছেন।Questa non è la prima sottrazione [en] di dati su scala nazionale, ma è certamente una delle più ampie.
35টুইটার ব্যবহারকারী @লীএসএনএস টুইট করেছেন:L'utente twitter @leesns ha riportato:
36কতবার আমরা ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা প্রত্যক্ষ করলাম?Quante volte, ormai, abbiamo assistito a furti delle informazioni personali?
37ব্যবহারকারীকে চিহ্নিতকরণের কাজে বর্তমানের সোশ্যাল সিকিউরিটি নম্বর ব্যবস্থা দীর্ঘসময়ে কার্যকরভাবে কাজ করে না।L'attuale sistema del numero dell'assisteza sociale non è più effettivo nell'identificazione degli utenti, ma è diventato piuttosto uno strumento che può facilmente essere usato dai criminali.
38তবে এটা ব্যবহার করে সন্ত্রাসীরা খুব সহজেই যে কারো ক্ষতি করতে পারবে।Dovremmo rinnovare il sistema nel numero di sicurezza sociale, o abbandonarlo.
39আমাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর ব্যবস্থার উন্নতি অথবা বাতিল করা উচিত।E procedere alla riemissione di tutte le carte di credito ed impedire alle compagnie gli scambi delle informazioni degli utenti.
40এরপর প্রত্যেক ক্রেডিট কার্ড পুনরায় ইস্যু করে গ্রাহকের কাছ থেকে কোম্পানিগুলোর তথ্য নেয়া বন্ধ করা উচিত।