# | ben | ita |
---|
1 | #নেপালকম্প: ব্যক্তিগত ও জাতীয় শোকের কাহিনী | #NepalQuake: la storia personale di una tragedia nazionale |
2 | নেপালের থাপ্রেক গ্রামটি ভূমিকম্পের দ্বারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। | Il villaggio di Thaprek in Nepal è stato completamente distrutto dal terremoto. |
3 | ছবি: মাধব অধিকারী। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto di Madhav Adhikari, usata con permesso. |
4 | ২৫শে এপ্রিল ২০১৫ নেপালে আঘাত হানা ভূমিকম্পের ভয়াবহতায় মৃত্যের সংখ্যা ইতোমধ্যে ৫,০০০ ছাড়িয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে যে এই সংখ্যা বেড়ে ১০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। | Il bilancio delle vittime del terribile terremoto che ha colpito il Nepal il 25 aprile 2015 [it] ha già superato le 5,000 persone [en, come gli altri link eccetto ove diversamente indicato], e si stima che potrebbe raggiungere le 10,000. |
5 | ৮,০০০ এর বেশী লোক আহত হয়েছে। | I feriti sono più di 8,000. |
6 | এই ভূমিকম্পের ফলে ক্ষতির পরিমাণ এবং এর পরোক্ষ-কম্পনের সংখ্যা বিশাল। | L'entità dei danni causati dal terremoto e dalla sua scossa di assestamento è enorme. |
7 | পুনর্নির্মাণ করতে কোটি কোটি টাকা খরচ হবে। | Ci vorranno miliardi per ricostruire tutto. |
8 | জাতিসংঘের অনুমান অনুসারে ৮০ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ১৪ লক্ষ লোকের খাদ্য সহায়তা প্রয়োজন। | Secondo l'ONU, 8 milioni di persone sono state colpite e 1,4 milioni di persone hanno bisogno di cibo. |
9 | প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোই একটি বিশেষ চ্যালেঞ্জের ব্যাপার। | Ma raggiungere le zone remote rappresenta una sfida molto ardua. |
10 | আমি যুক্তরাজ্যে বাস করি কিন্তু আমার জন্ম হয়েছিল কাঠমুন্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নুয়াকোট জেলার থাপ্রেক গ্রামে। | Io vivo nel Regno Unito, ma sono nato a Thaprek (villaggio-comunità di sviluppo) nel distretto di Nuwakot [it], a circa 100 km a nord-ovest di Kathmandu. |
11 | নুয়াকোট জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছেই অবস্থিত। | Il distretto di Nuwakot è molto vicino all'epicentro del terremoto. |
12 | শনিবারের ভয়াবহ ভূমিকম্প আমার বাড়ীসহ সম্পূর্ণ গ্রামটাকে ধূলিস্যাৎ করেছে। | Il terribile terremoto di sabato ha distrutto del tutto il mio villaggio, compresa la mia casa. |
13 | প্রকৃতি আমাকে গৃহহারা করেছে। | La natura mi ha reso un senzatetto. |
14 | আমি চার জন আত্মীয়কে হারিয়েছি এবং আমার পরিবারের অন্যান্য এক ডজনেরও বেশী সদস্য ও প্রতিবেশী মারাত্মকভাবে আহত হয়েছে। | Ho perso quattro parenti e più di dodici altri membri della mia famiglia e dei vicini di casa sono gravemente feriti. |
15 | থাপ্রেকে সরকারের কোন উপস্থিতি দেখা যায় নি, এবং শনিবারের ঘটনার পরে কোন উদ্ধার দলও আসেনি। | Non c'è alcuna presenza del governo a Thaprek, e da sabato non è arrivata ancora nessuna squadra di soccorso. |
16 | গ্রামবাসীরা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। | Gli abitanti del villaggio stanno affrontando una situazione orribile. |
17 | ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চিকিৎসার অপেক্ষায় আছে। | I feriti sono in attesa di cure. |
18 | শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ঠান্ডা ও বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে। | Bambini e anziani stanno soffrendo a causa del freddo e della pioggia. |
19 | সেখানে কোন জল বা খাদ্য নেই। | Non c'è cibo nè acqua. |
20 | নেপালে শনিবারের ৭. ৮ মাত্রার ভূমিকম্পের জেলা অনুসারে কম্পনের অনুমেয় প্রবলতা | Si stima che l'intensità del sisma per ogni distretto in Nepal sia stata di magnitudo 7.8 |
21 | নুয়াকোট, গোরখা, লামজুং এবং ধাদিং জেলা, আর কাঠমুন্ডু উপত্যকার পার্শ্ববর্তী জেলাগুলোই ভূমিকম্পে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। | I distretti di Nuwakot [it], Gorkha, Lamjung e Dhading, e quelli intorno alla valle di Kathmandu sono le aree maggiormente colpite dal terremoto. |
22 | আন্তর্জাতিক সম্প্রদায় সন্ধান কাজ ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করতে উদ্ধার দল পাঠাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো যথেষ্ট নয়। | La comunità internazionale sta inviando squadre di soccorso per aiutare nei tentativi di ricerca e salvataggio, ma non è abbastanza. |
23 | ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, ক্যানাডা, পোল্যান্ড এবং ইইউ থেকে আসা বিদেশী সাহায্য কর্মীরা কাঠমুন্ডু উপত্যকার মধ্যে উদ্ধার কাজ পরিচালনা করছে, কিন্তু তারা এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে পৌঁছোতে পারে নি। | Volontari dall'India, Cina, Regno Unito, Stati uniti, Singapore, Pakistan, Sri-Lanka, Bangladesh, Bhutan, Canada, Polonia e Unione Europea stanno conducendo operazioni di ricerca e salvataggio nella valle di Kathmandu, ma non hanno ancora raggiunto le aree remote dei villaggi. |
24 | ভারতীয় হেলিকপ্টার, ইজরায়েলীয় হাসপাতাল এবং মালয় চিকিৎসা কর্মী: কিভাবে বিশ্ব #নেপালের সাহায্যে এগিয়ে আসছে | Elicotteri indiani, ospedali israeliani e medici malesi: Il mondo arriva in soccorso del Nepal. |
25 | আমি যখন এই খবরটি শুনলাম, তখন যুক্তরাজ্য থেকে আমি বেশ কয়েকবার আমার পরিবারের সাথে দূরালাপন করার চেষ্টা করলাম। | Quando ho letto la notizia, ho provato a chiamare più volte la mia famiglia da qui, dal Regno Unito. |
26 | সংযোগ পাচ্ছিলাম না তাই উদ্বিগ্ন হচ্ছিলাম। | Non c'era alcuna linea, il che era preoccupante. Sono entrato nel panico. |
27 | আমি আতঙ্কিত হওয়া শুরু করলাম। | Ogni minuto che passava mi sembrava un anno. |
28 | প্রতিটি মিনিট আমার কাছে এক বছরের মতো মনে হতে লাগলো। নেপালের সময় শনিবারে মধ্যরাতের দিকে আমি অবশেষে সংযোগ করতে সমর্থ হলাম। | Sono riuscito a mettermi in contatto con la mia famiglia a mezzanotte (orario del Nepal) di sabato, e stavo finalmente per parlare con i miei genitori al telefono e avere delle informazioni. |
29 | আমি আমার বাবাকে বললাম ফোনটা আমার মাকে দেয়ার জন্য, এবং আমি আমার মাকে কিছু বলার আগেই মা আমাকে জিজ্ঞাসা করলো, ‘তুমি কেমন আছো'? | Ho chiesto a mio padre di passarmi mia madre al telefono, e prima che potessi parlare lei mi ha chiesto “Come stai? |
30 | আমরা ভাল আছি, কিন্তু আমাদের ঘর, আত্মিয়-স্বজন এবং সম্পূর্ণ গ্রামটাই হারিয়েছি।' | Noi stiamo bene qui, ma abbiamo perso la nostra casa, dei parenti e l'intero villaggio.” |
31 | আমি খারাপ সংবাদ শোনার জন্য নিজেকে প্রস্তুত করলাম, কারণ আমি টেলিভিশনে ভূমিকম্পের সংবাদগুলো দেখছিলাম। | Mi ero già preparato a ricevere brutte notizie dopo aver guardato i reportage sul terremoto in tv. |
32 | আমি মার সাথে কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণ করে কান্না সামলাতে পারলাম। | Sono riuscito a trattenere le lacrime mentre parlavo con mia madre al telefono. |
33 | কিন্তু কথাবার্তা শেষ হয়ে যাবার পর আমি আর অশ্রু ধরে রাখতে পারি নি। | Ma quando la conversazione è terminata, non sono più riuscito a trattenerle. |
34 | শনিবারে নেপালে আঘাত হানা ৭. | Questa donna stava separando la polvere e piccoli sassolini dai chicchi di riso. |
35 | ৮ মাত্রার কম্পনে ঘর ও সাথে তাদের পরিবারের অবশিষ্ট খাদ্যের যোগান ধ্বংস হয়ে যাওয়ায় এই নারীটি ধান থেকে ধুলা আর নুড়ি আলাদা করছে। | Il terremoto di magnitudo 7.8 che sabato ha colpito il Nepal ha distrutto la sua casa, così come tutte le scorte di cibo della sua famiglia. |
36 | বুঙ্গামাটি গ্রাম, কাঠমুন্ডু থেকে প্রায় ৮ কিমি দক্ষিণে। | Il villaggio è quello di Bungamati, a circa 8 km a sud di Kathmandu. |
37 | ছবি সুমিত শ্রেষ্ঠা। | Foto di Sumit Shrestha. |
38 | কপিরাইট ডিমোটিক্স (২৭/৪/২০১৫) | Copyright Demotix (27/4/2015) |
39 | আমার পরিবারের সাথে কথা বলার পর আমি নেপালের পুলিশ নিয়ন্ত্রণ কেন্দ্র, এবং নেপালে মার্কিন ও ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্ট করলাম যাতে তারা আমার গ্রামে উদ্ধার কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে। | Dopo aver parlato con la mia famiglia, ho cercato di contattare la sala operativa della polizia del Nepal e l'ambasciata americana e indiana in Nepal, per mettermi d'accordo con loro e inviare squadre di soccorso nel mio villaggio. |
40 | কিন্তু ফোনের নেটওয়ার্ক ভালভাবে কাজ করছিল না। | Ma la linea telefonica non funzionava correttamente. |
41 | রবিবার সকালে আমি আবার ফোন করলাম আমার গ্রামের জন্য সাহায্য পেতে। | Domenica mattina ho riprovato a chiamare nella speranza di riuscire a mandare aiuti al mio villaggio. |
42 | আমি টুইটারের মাধ্যমে ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাথে যোগাযোগ করলাম, কিন্তু দূর্ভাগ্যজনক যে তারা শুধু মাত্র কাঠমুন্ডু উপত্যকার পরিস্থিতি নিয়েই ব্যস্ত ছিল এবং আমার গ্রামে কোন উদ্ধার দল পাঠাতে অপারগ ছিল। | Ho comunicato con l'ambasciata indiana e americana tramite Twitter, ma sfortunatamente esse erano impegnate solo nella valle di Kathmandu e non potevano mandare squadre di soccorso nel mio villaggio. |
43 | @নেপালেযুক্তরাষ্ট্রেরদূতাবাস নুয়াকোট থাপ্রেক - ৯৮৫১০২৪০১১, ৯৮০১০২৪০১১, উদ্ধার ও সাহায্যের অপেক্ষায় আছি। | |
44 | অন্যান্য টুইটার ব্যবহারকারীরাও আমাকে সহায়তা করলো: | Nuwakot Thaprek - 9851024011, 9801024011.. Aspettiamo soccorsi e aiuti. |
45 | #নেপালকম্পনত্রাণ@এডিজিপিআই@এমইএনিয়ন্ত্রণকেন্দ্র অনুগ্রহ করে উদ্ধার কাজের অবস্থা জানান? | Altri utenti su Twitter mi hanno appoggiato: Come procedono le operazioni di soccorso? |
46 | গোর্খা, সিন্দুপালান, ধাদিং, লামজিং ধ্বংস হয়েছে। | I villaggi di Gorkha, Sindupalan, Dhading e Lamjing sono interamente distrutti. |
47 | যেকোন সাহায্যের অপেক্ষায় আছি। | Aspettiamo soccorsi. |
48 | এবং অন্যান্যরা তাদের উদ্বিগ্নতা তুলে ধরেছে যে প্রত্যন্ত এলাকার মানুষগুলো উপেক্ষিত হচ্ছে: | Altri invece hanno espresso le loro preoccupazioni riguardo agli abitanti delle zone remote affinchè non siano trascurati: |
49 | আমাদের অনেক শঙ্কা বোধ করছে যে পল্লী এলাকায় #নেপালকম্পনের শিকার ব্যক্তিরা উপেক্ষিত হচ্ছে। | Molti di noi hanno paura che le vittime del terremoto nei villaggi vengano trascurate. |
50 | আমরা এগুলো হতে দিতে পারি না। | Non possiamo permettere che questo succeda. |
51 | এটি নৈতিকভাবে নিন্দনীয়। | Sarebbe moralmente abominevole. |
52 | তাদের #নেপালত্রাণ প্রয়োজন | Hanno bisogno di aiuto. |
53 | #নেপালকম্পনত্রাণ আমাদের ত্রাণ শিবিরের কাছাকাছি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে | Villaggi gravemente colpiti e vicini al nostro Campo di Soccorsi. |
54 | কিন্তু এগুলো আমার গ্রামে ত্রাণ বা কোন উদ্ধার কাজের কোন ফলাফল বয়ে আনে নি। | Ma ciò non ha aiutato in alcun modo il mio villaggio. |
55 | অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পাওয়া সাড়ার বিষয়ে তাদের সাধুবাদ জানিয়েছে: | In molti hanno apprezzato la reazione internazionale: |
56 | ভারতের উড়িশ্যার পুরি সৈকতে #নেপালভূকম্পের উপর একটি চমৎকার বালিকর্ম যেখানে লেখা রয়েছে ‘ক্ষতিগ্রস্তদের সহায্য করতে হাত মিলান' | Un bellissimo messaggio realizzato sulla sabbia, “Uniamoci per aiutare le vittime”, sulla spiaggia Puri di Odisha, in India. |
57 | ভূমিকম্পটি লাপ্রাক গ্রামটিকে সম্পূর্ণ ধ্বংস করেছে। | Il terremoto ha distrutto completamente il villaggio di Laprak. |
58 | আরও কয়েক হাজারের সঙ্গে আমি আমার জীবন নিয়ে ছুটছি, এমনটি আমি আর করতে চাই না | Correre per la mia vita insieme ad altre migliaia di persone non è qualcosa che vorrei rifare. |
59 | কিন্তু শনিবার থেকে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা উদ্ধার এবং সন্ধান কাজের জন্য সাহায্য আসার নিষ্ফল অপেক্ষায় থেকেছে। | Ma da sabato gli abitanti dei villaggi più remoti stanno aspettando invano che arrivino squadre di soccorso e aiuti. |
60 | যাইহোক, আজকের খবর অনুযায়ী নেপালীয় সেনাবাহিনীকে সাহায্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। | Tuttavia, stando alle notizie di oggi, l'esercito del Nepal si sta preparando per raggiungere le zone più remote. |