# | ben | ita |
---|
1 | সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ির বিরুদ্ধে অভিযোগ গঠন, ব্লগাররা তার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে | |
2 | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ | Siria: prosegue la campagna per la liberazione di Razan Ghazzawi |
3 | লেবাননের দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক প্রবন্ধ অনুসারে, গ্রেফতারের আট দিন পরে রাজান ঘাজ্জাউয়ির নামে অভিযোগ গঠন করা হয়েছে। উক্ত প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়: | Otto giorni dopo il suo arresto [it], un articolo pubblicato sul Lebanese Daily Star riferisce [en, come i link successivi] le accuse formulate ai danni di Razan Ghazzawi: |
4 | ঘাজ্জাউয়ির আইনজীবীর প্রদান করা সংবাদ অনুসারে, রাজানের বিরুদ্ধে “ এমন এক সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে, যা কিনা রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক পরিচয় পাল্টে দেবার চেষ্টার উদ্দেশ্য গঠন করা হয়েছিল। একই সাথে তাঁর বিরুদ্ধে “ জাতীয় আবেগকে দুর্বল করে দেওয়া, আর জাতিগত দাঙ্গা উসকে দেবার” এবং “ জাতীয় আবেগকে দুর্বল” করার অভিযোগ আনা হয়েছে। | Secondo i suoi avvocati, Razan è stata accusata di “aver messo in piedi un'organizzazione che mira a cambiare l'essenza sociale ed economica dello Stato”, “aver risvegliato il sentimento nazionale” e “aver innescato conflitti tra fanatici” - tutto ciò può portare a una pena da tre a 15 anni di carcere. |
5 | এই সব অভিযোগ প্রমাণিত হলে, তার তিন থেকে পনের বছর পর্যন্ত জেল হতে পারে। | Su Twitter, i sostenitori hanno reagito duramente a queste posizioni. |
6 | টুইটারে, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতি তাঁর সমর্থকরা প্রবল প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। | |
7 | সিরিয়ান ব্লগার @ আনাস কাতায়েস লিখেছেন: | Il blogger siriano @anasqtiesh scrive: |
8 | বিশ্ব জুড়ে রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর নামক প্রচারণার লোগো। | Il logo della campagna globale per la liberazione di Razan |
9 | @আনাসকাতায়েস:রাজান ঘাজ্জাইয়ির বিরুদ্ধে হাস্যকর সব অভিযোগ দায়ের করা হয়েছে। সিরিয়ার শাসকদের অন্য সব কাজের মত। | @anasqtiesh: Le accuse contro Razan Ghazzawi sono una buffonata, come qualunque cosa faccia il regime siriano. |
10 | #ফ্রিরাজান #সিরিয়া | #FreeRazan #Syria |
11 | @“আনাসকাতায়েস : “জাতীয় আবেগকে দুর্বল করা এবং সম্প্রদায়গত সংঘর্ষকে উসকে দেবার চেষ্টা- অবশ্যই এই সমস্ত অভিযোগ আসাদের বিরুদ্ধে করা উচিত। | @anasqtiesh: l'accusa di “aver risvegliato il sentimento nazionale e aver innescato conflitti tra fanatici” dovrebbe essere imputata ad Assad. |
12 | #সিরিয়া #ফ্রিরাজান | #Syria #FreeRazan |
13 | আল জাজিরার সাংবাদিক দিমা খাতিবও একই ভাবে শঙ্কিত: | Il giornalista di Al Jazeera, Dima Khatib appare altrettanto costernato: |
14 | “অপরাধী” হিসেবে @রেডরাজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের সংবাদে আমি খুব বেদনার্ত, রাজান কোন অপরাধী নয়। | E' triste leggere che @RedRazan è stata accusata di “crimini”… Razan non è una criminale. |
15 | রাজান এক স্বাধীনতার যোদ্ধা #ফ্রিরাজান | Razan è una paladina della libertà #FreeRazan |
16 | এই সব অভিযোগের ঘটনায় কার্ল শারর ক্ষুব্ধ, তবে বিশেষ করে একটি অভিযোগের প্রতি তিনি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি লিখেছেন: | Karl Sharro, è in collera per un'accusa in particolare, e scrive: |
17 | কিন্তু “ সম্প্রদায় গত দাঙ্গা উসকে দেবার চেষ্টা” নামক অভিযোগ যে কোনটির চেয়ে হীন এক অভিযোগ। | Ma “aver cercato di innescare scontri tra fanatici” è la cosa più offensiva di tutte. |
18 | সম্প্রদায়গত সম্প্রতি বজায় রাখার জন্য রাজান সব সময় সচেষ্ট ছিল। | Razan è decisamente contro ogni fanatismo. |
19 | #ফ্রিরাজান | #freeRazan |
20 | ভেনিজুয়েলার বাসিন্দা, গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লরা ভিদাল লিখেছেন: | Laura Vidal, autrice venezuelana di Global Voices, segnala: |
21 | যখন সরকার কোন ব্লগারকে চুপ করিয়ে দেয়, তখন তার অধিকারের দাবী যৌক্তিক বলে প্রমাণিত হয়। | Quando un governo mette a tacere un blogger, non fa che dare ragione a quest'ultimo #FreeRazan |
22 | # ফ্রিরাজান রাজানের প্রতি সমর্থনের জন্য প্রচারণা চলছে। | Intanto continuano le campagne di solidarietà in favore di Razan. |
23 | প্যালেস্টাইনের ব্লগার আবির কপ্তি টুইট করেছে : | Su Twitter, il blogger palestiniano Abir Kopty scrive: |
24 | প্যালেস্টাইনী ব্লগাররা “রাজান (#ফ্রীরাজান) এবং সকল সিরিয় রাজনৈতিক বন্দীদের মুক্ত কর নামক” এক বিবৃতি আহ্বান করে, তার জন্য কাজ করেছে। | I blogger palestinesi stanno preparando un comunicato che richiami l'attenzione su #Freerazan e tutti i prigionieri politici siriani. |
25 | এই প্রচারণার সম্বনয় সাধনের জন্য ফেসবুকের একটি পাতা ব্যবহার করা হয়েছে, এদিকে টুইটারে এই বিষয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। | #Syria Rimane attiva la pagina Facebook per coordinare le iniziative della campagna, mentre l'hashtag #freerazan viene usato per gli aggiornamenti su Twitter. |