# | ben | ita |
---|
1 | বর্ণবৈষম্য, জাতিসংঘ এবং ঐতিহ্যবাহী সাধু নিকোলাস উৎসব পালন | |
2 | একটি শিশুর তুলিতে উঠে এসেছে রূপকথার সাধু নিকোলাস এবং ব্ল্যাক পেট। | |
3 | ছবি তুলেছেন ভেরা দে কক। | Paesi Bassi: il razzismo, l'ONU, e la tradizione di San Nicola |
4 | উইকিমিডিয়া কমন্স লাইসেন্স সিসি বাই এসএ ৩. | Il disegno di un bambino che rappresenta San Nicola e Zwarte Piet. |
5 | ০ এর আওতায় প্রকাশিত। কবে আসবে ডিসেম্বরের ৬ তারিখ! | Immagine di Vera de Kolk su Wikimedia Commons con licenza CC si SA 3.0 |
6 | অপেক্ষা যেন ফুরায় না বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর শিশুদের। কারণ সাধু নিকোলাসের ওইদিন পৃথিবীতে আসবেন। | I bambini del Belgio, dei Paesi Bassi e di altri paesi europei attendono impazientemente l'arrivo di San Nicola il sei dicembre, perché lì è lui - proprio come Babbo Natale e i re re Magi - a portare doni a quelli che si sono comportati bene. |
7 | আর সান্তা ক্লসের মতো বাচ্চাকাচ্চাদের মাঝে বিলিয়ে দিবেন মজার মজার সব উপহার। | |
8 | তবে এ বছর বর্ণবাদের ছায়া পড়েছে সুন্দর এই আয়োজনের গায়ে। | Ma quest'anno, l'ombra del razzismo incombe su questa bella tradizione. |
9 | একটি প্রাচীন গানে বলা হয়েছে, সাধু নিকোলাস নৌকায় করে স্পেনে আসেন। তারপর গাধার পিঠে চড়ে সারারাত ধরে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়ান। | San Nicola, così come dice una vecchia canzone, arriva dalla Spagna in nave, e durante la notte corre da una casa all'altra a dorso d'asino accompagnato dal suo aiutante Zwarte Piet (in neerlandese Pietro il Moro) o Père Fouettard (in francese Padre Frustata). |
10 | এ সময়ে সাহায্য করার জন্য তার সাথে থাকে জুয়রটার পিয়েট (ব্ল্যাক পেট) অথবা পেরে ফুয়েটটার্ড (ফাদার ল্যাশার, ফ্রান্সে)। | |
11 | উপকথার এই চরিত্র একজন শ্বেতাঙ্গ মানুষই যিনি মুখে কালি মেখে কৃষ্ণ তরুণ হয়ে যান। | Questo personaggio è un giovane uomo di colore, impersonato da bianchi con facce colorate di nero, parrucca e vestiti tipicamente cinquecenteschi. |
12 | উইগ আর ষোড়শ শতাব্দির পোশাক পরে থাকেন তিনি। | Zwarte Piet è il “cattivo” che porta carbone ai bambini che non sono stati buoni. |
13 | উল্লেখ্য, জুয়রটার পিয়েট একজন “বাজে মানুষ” যিনি খারাপ বাচ্চাদের হাতে কয়লা তুলে দেন। | |
14 | যদিও আলিক্স গুইলার্ড তার মি ইন আমস্টারডাম ব্লগে লিখেছেন: | Ad ogni modo, come dice Alix Guillard sul suo blog Me in Amsterdam [fr], |
15 | যদিও নেদারল্যান্ডে বাচ্চারা তাকে নিয়ে অতটা চিন্তিত নয়। এমনকি তারা উপকথার এই চরিত্রকে বয়কটও করেনি। | Nei Paesi Bassi, per quanto non sia più ammissibile essere severi con i bambini, non si è voluto abbandonare il personaggio. |
16 | তিনি খুব ভালো মানুষে পরিণত হয়ে বাচ্চাদের আনন্দে মাতিয়ে রাখেন, যেমনটি অভিজ্ঞ বিশপরাও করতে পারেন না। | |
17 | গত কয়েক বছর ধরে বিভিন্ন গ্রুপ এইভাবে জুয়রটার পিয়েট-এর প্রথা উদযাপনের প্রতিবাদ করে আসছে। | |
18 | তারা একে বর্ণবাদী বলে অভিহিত করছেন। মুখে কালি মেখে কৃষ্ণাঙ্গ সাজাটা জুয়রটার পিয়েটর আদি প্রথা নয়। | Ma è diventato un monello simpatico e gioviale, che diverte i bambini molto più del vecchio vescovo, forse troppo rigido. |
19 | কেউ কেউ বলেন, সে একজন মুর। সাধু নিকোলাসের সাথে স্পেন থেকে এসেছে। | Diversi gruppi per anni hanno protestato contro il modo con cui la tradizione tratta Zwarte Piet, definendolo razzista. |
20 | আবার যারা মুখে কালি মাখার ব্যাপারটা বিশ্বাস করেন, তাদের ধারণা, সে বাড়ির চিমনি দিয়ে ঘরে ঢোকে। কেউ কেউ আবার বলছেন এটা ঔপনিবেশিক আমলে দাসপ্রথার কথা মনে করিয়ে দেয়। | La faccia nera di Zwarte Piet non ha un'origine chiara: ci sono alcuni che dicono sia un moro venuto dalla Spagna con San Nicola, altri sostengono che il colore del viso dipenda dal fatto che entri nelle case passando dal camino, oppure che sia un ricordo della schiavitù coloniale, o addirittura il diavolo in persona. |
21 | আবার কারো ধারণা, এটা বোধহয় শয়তান নিজেই। | |
22 | আফ্রিকার জাতিগোষ্ঠী নিয়ে কাজ করে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ। | Quest'anno il governo olandese ha ricevuto una lettera dal Gruppo di Lavoro delle Nazioni Unite sulle Persone di Discendenza Africana. |
23 | তারা এ বছর ডাচ সরকারকে একটি চিঠি দিয়েছে। | Nella lettera il gruppo ha chiesto al governo olandese di rispondere all'accusa di razzismo. |
24 | চিঠিতে তারা ডাচ সরকারকে বর্ণবৈষম্য প্রতিরোধ করার আহবান জানায়। | |
25 | জ্যামাইকার অধিবাসী ভেরেন শেফার্ড হলেন সেই গ্রুপের একজন সদস্য। | |
26 | এক রেডিও সাক্ষাত্কারে তিনি সাধু নিকোলাসের ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছেন: | Un membro del gruppo, la giamaicana Verene Sheperd, ha proposto durante un'intervista radio un radicale cambiamento per San Nicola, come riporta Le Monde [fr]: |
27 | বর্ণবাদকে আক্রমণ করেছেন ভেরেন শেফার্ড। | Verene Shepherd, membro del gruppo da cui è partita la polemica. |
28 | আরজেন উইলবার্স-এর ব্লগ থেকে ছবি নেয়া হয়েছে। | Foto dal blog di Arjen Wilbers. |
29 | আমি নেদারল্যান্ডে বাস করলে সাধু নিকোলাসের উত্সব পালন করতে অস্বীকৃতি জানাতাম। | |
30 | একুশ শতকে এ ধরনের একটি প্রথা থাকবে, তারা ভাবা যায় না। | Se vivessi nei Paesi Bassi, mi opporrei alla celebrazione di San Nicola. |
31 | এটি যথেষ্ট আপত্তিজনক এবং স্ক্যান্ডালে ভরা। | Non dovrebbe esistere nel ventunesimo secolo. È offensiva e scandalosa. |
32 | ফাদার ক্রিস্টমাস থাকলে সমস্যা কী? | In fondo che problema c'è con Babbo Natale? |
33 | তাদের কেন দুটো সান্তা ক্লস দরকার? | Perché devono averne due? |
34 | তবে বেলজিয়াম এবং হল্যান্ডে এই মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে। বলা হচ্ছে, যারা এটা বলছেন, তারা সাধু নিকোলাস উত্সব সম্পর্কে কিচ্ছু জানেন না। | In Belgio e nei Paesi Bassi questi commenti sono stati interpretati come una manifestazione di completa ignoranza circa la tradizione di San Nicola, considerato il precursore di Babbo Natale, e come una grave mancanza di rispetto verso una tradizione molto sentita in questi paesi. |
35 | সান্তা ক্লসকে অগ্রদূত হিসেবে স্থান দিয়েও তারা কয়েকটি দেশে দীর্ঘদিন ধরে চলে আসা একটি প্রথাকে অসম্মান করেছেন। | |
36 | শেফার্ডকে উল্লেখ করে এরকম মন্তব্যও করা হয়েছে: সাবাশ মিস ভেরেন শেফার্ড! | Le considerazioni di Shepherd hanno provocato un autentico alluvione di reazioni in tutto internet, con messaggi come quelli di jicé su 7sur7.be [fr]: |
37 | আপনার মুর্খামির জন্য ধন্যবাদ। | Complimenti, Verene Shepherd! |
38 | মেরিনে লে পেনের মতো নির্বাচনে আরো ১০টি পয়েন্ট পাবেন আপনি! | |
39 | [মেরিনে লে পেন হলেন উগ্রপন্থী ফ্রন্ট ন্যাশনাল-এর রাজনৈতিক শাখার একজন প্রার্থী। ] | |
40 | ঐতিহ্যবাহী জুয়রটার পিয়েট প্রথা বাঁচাতে ২০১৩ সালের অক্টোবরের ২২ তারিখে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। | |
41 | পেজের নাম হচ্ছে পেইটিটিয়ে। ইতোমধ্যে পেজটি ২,২০০,০০০ বার লাইক পেয়েছে। | È grazie a idioti come lei che Marine Le Pene finisce per prendere dieci punti in più nei sondaggi! |
42 | এই পেজে পিটার উডো নামের নিচের মন্তব্যটি করেছেন: | [Marine Le Pen è la candidata francese del Fronte Nazionale, frazione politica di estrema destra] |
43 | জাতিসংঘ শুনে রাখুন: এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, দুর্ভিক্ষও নেই, গণহত্যাও হচ্ছে না। | |
44 | তাহলে এখানে আপনার আর কি দরকার? সাধু নিকোলাস স্পেন থেকে নৌকায় করে আসছেন। | Su Facebook, la pagina Pietitie [Neerlandese], aperta il 22 ottobre 2013 per difendere la tradizione di Zwarte Piet, ha collezionato circa 2,200,000 “mi piace”. |
45 | সহকারী হিসেবে সাথে রয়েছে জুয়রটার পিয়েট। | Peter Udo ha pubblicato il seguente commento [Neerlandese] su questa pagina: |
46 | ছবি তুলেছেন ১২ড্যানি১২। উইকিমিডিয়া কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত। | Nota per le Nazioni Unite: Non c'è una guerra, una carestia o un genocidio da qualche parte dove il vostro lavoro sarebbe più necessario? |
47 | বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। | San Nicola, circondato dai suoi aiutanti Zwarte Piet, saluta dalla nave con cui è arrivato dalla Spagna. |
48 | আর এতে করে সবাই দু'ভাগে ভাগ হয়ে গেছে। | Foto di 12Danny12 su Wikimedia Commons con diritto d'autore. |
49 | কেউ কেউ উগ্র বামপন্থীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। | |
50 | যদিও অন্যরা একে তেমন একটা গুরুত্ব দিতে চাচ্ছেন না। | |
51 | তারা কাউকে আঘাত না করে ঐতিহ্যবাহী এই উৎসব পালন করে যেতে চাচ্ছেন। | Il dibattito corre il rischio di dividere la società e accusa i gruppi di estrema sinistra di trarne un vantaggio politico . |
52 | এ বছর জুয়রটার পিয়েট-এর সাজে সাজবেন অভিনেতা এরিক ভ্যান মুইসউইংকেল। তিনি এনআরসি. | In ogni caso, altri hanno preferito minimizzare la questione, e cercare ragioni assennate per mantenere la tradizione senza offendere nessuno. |
53 | এনএল-এ লিখেছেন: বর্ণবাদের এই সময়ে জুয়রটার পিয়েট নিশ্চিন্তভাবেই ভালো থাকবেন। | L'attore Erik van Muiswinkel, che per anni ha interpretato il personaggio, ha scritto sul nrc.nl [Neerlandese]: |
54 | (…) আমি সবসময় ভেবেছি, এটা একটা সুন্দর আনন্দদায়ক উৎসব। | Zwarte Piet è una felice reliquia dei tempi razzisti, certamente. |
55 | যদিও মুখে কালি মেখে একজন শ্বেতাঙ্গ মানুষের কৃষ্ণাঙ্গ সাজা মোটেও রাজনৈতিকভাবে সঠিক না (…) নেদারল্যান্ডে এটা সম্ভব হয়েছে। | |
56 | (…) ডন কুইক্সসোটের সাথে যেমন সাঞ্জো পাঞ্জা আসে তেমনি সাধু নিকোলাসের সাথে জুয়রটার পিয়েট আসে। | |
57 | ফেসবুকের পিয়েটিটিয়ে পেজে বারবারা ওয়েস্টানবার্গ-বুইজস্টার্স এই মন্তব্যটি করেছেন: | (…) Ho sempre pensato che andasse bene che una tradizione così politicamente scorretta - una persona bianca con il viso tinto di nero - (…) fosse possibile nei Paesi Bassi. |
58 | জুয়রটার পিয়েট চিমনি পরিষ্কারকারী আর সাধু নিকোলাস একজন টার্কি। | (…) [Zwarte Piet] è con San Nicola quello che Sancho Panza era con Don Chisciotte. |
59 | তারা দুজনেই স্পেনে বসবাস করেন। | Barbara Woestenburg-Buijnsters ha lasciato questo commento [Neerlandese] sulla pagina Pietitie di Facebook: |
60 | আর নেদারল্যান্ডে আমরা যা উদযাপন করি তা হলো: যতো ধরনের মিলনমেলা রয়েছে, তার মধ্যে এটি সেরা উদযাপন! | Zwarte Piet è uno spazzacamini e San Nicola è un turco, che vivono insieme in Spagna, ed è questo che festeggiamo nei Paesi Bassi: la migliore festa dell'integrazione che ci sia! |
61 | এদিকে বিতর্ক থামাতে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের চিঠি প্রত্যাহার করে নিয়েছে। | Nel frattempo, le Nazioni Unite hanno sistemato la controversia disconoscendo il gruppo che ha fatto partire la controversia. |
62 | ইউনেস্কোর বেলজিয়াম প্রতিনিধি মার্ক জ্যাকব বলেছেন: | Così si è espresso il rappresentante belga dell'UNESCO, Marc Jacobs: |
63 | ভেরেন শেফার্ড জাতিসংঘের একজন কনস্যালট্যান্ট ছাড়া আর কিছু নন। | |
64 | নিজের ব্যক্তিগত মনোবাঞ্জা পূরণে তিনি জাতিসংঘের নাম ব্যবহার করেছেন (…)। | [Verene Shepherd] non è nient'altro che una consulente che ha abusato del nome delle Nazioni Unite per i suoi scopi personali sui media (…). |
65 | যে চারজন ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেছেন, তারা ইউনেস্কোকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করেন না। | |
66 | তারা শুধুমাত্র হাই কমিশন ফর হিউম্যান রাইটস-এর লেটারহেড ব্যবহার করেছেন। | I quattro firmatari della lettera non appartengono ad alcun corpo competente dell'UNESCO, hanno solamente utilizzato l'intestazione dell'Alto commissariato per i diritti umani. |