# | ben | ita |
---|
1 | মিশর: তাহরির স্কোয়ারে নারীদের উপর হামলা | Egitto: molestie sessuali a Piazza Tahrir |
2 | মোহামেদ মোর্সিকে মিশরের নতুন প্রেসিডেন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে সেটা উদযাপনের জন্যে জনতা তাহরির স্কোয়ারে ভীড় জমিয়েছে। | Nell'esatto momento in cui Mohamed Morsi è stato eletto nuovo Presidente [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato] dell'Egitto la folla si è riversata in piazza Tahrir per festeggiare. |
3 | মিশরীয় বিপ্লবের উপকেন্দ্র এই তাহরির স্কোয়ার উল্লাস আর জয়গানে ভরে যায়। | La piazza, epicentro della rivoluzione egiziana, si è riempita di atti di giubilo e canti. |
4 | আকাশে আতশবাজী জ্বলে উঠলেও, উদযাপনের সেই সময় কলঙ্কজনক কিছু ঘটছে। | I fuochi d'artificio illuminavano il cielo, ma qualcosa di tetro stava succedendo durante questi momenti di festa. |
5 | সাংবাদিক নাতাশা স্মিথ উদযাপনের জন্যে তাহরির স্কোয়ারে দিকে যাওয়ার সময় তিনি যে গণ যৌন লাঞ্ছনা সহ্য করেন তার সেই অগ্নিপরীক্ষার বর্ণনা দেন “দয়া করে খোদা, দয়া করে এটা বন্ধ কর।” | La giornalista Natasha Smith ha raccontato della tremenda disavventura accadutale, cioè una molestia sessuale di massa, mentre si recava a piazza Tahrir per unirsi ai festeggiamenti. Il racconto si trova nel post intitolato “Per favore, Dio. |
6 | শিরোনামের একটি পোস্টে: | Per favore, falli smettere. ”: |
7 | শত শত আমার পুরুষ আমার অঙ্গগুলো আলাদা করে ফেলে আমাকে আশেপাশে ছুড়ে দেয়। | Centinaia di uomini mi spingevano e mi tiravano. |
8 | তারা আমার স্তন আঁচড়ে আর চেপে ধরে এবং তাদের আঙ্গুল আমার (শরীরের) সম্ভাব্য প্রত্যেক স্থানে জোর করে প্রবেশ করিয়েছে। | Mi graffiavano e mi palpavano il seno e inserivano le loro dita dentro di me in qualsiasi modo possibile. |
9 | এতো এতো পুরুষ। | C'erano così tanti uomini. |
10 | যা আমি দেখতে পেয়েছি সেটা হলো লোলুপ সব মুখভঙ্গি, ক্ষুধার্ত সিংহের মুখে তাজা মাংসের মতো আমাকে এদিক ওদিক ছুড়ে দেয়ার সময় টিটকারী আর বিদ্রূপ করছে। | Tutto ciò che vedevo erano volti maliziosi, che mi sbeffeggiavano e mi schernivano mentre mi strattonavano come carne fresca data in pasto a leoni affamati. |
11 | মহিলারা কেঁদে কঁদে আমাকে বলেছেন “এটা মিশর না! | Le donne gridavano e mi dicevano “questo non è l'Egitto! |
12 | এটা ইসলাম না! | Questo non è l'Islam! |
13 | দয়া করে, দয়া করে এটাকে মিশর ভাববেন না!” | Per favore, non pensare che questo sia ciò che è l'Egitto! “. |
14 | আমি তাকে আশ্বস্ত করে বলেছি আমি জানি এটা সেরকম কিছু নয় - যে মিশর ও তার সংস্কৃতি ও জনগণ, এবং যে সহজাত শান্তির সহনশীল ইসলাম কে আমি ভালবাসি। | Le ho rassicurate dicendo loro che sapevo che era una caso, che amo l'Egitto, la sua cultura e le sue persone, e l'innata tranquillità dell'Islam moderato. |
15 | তবে আসলেই আমি প্রতিহিংসাপরায়ণ লোক নই এবং আমি পরিস্থিতির ভিতরটা দেখতে পারি। | Sembravano sbalordite. Ma io non sono una persona vendicativa e posso interpretare la situazione. |
16 | আমি যে জায়গাটিকে জানি এবং ভালবাসি এই নোংরা আচরণ তার প্রতিনিধিত্ব করে না। | Questo fatto violento non rappresenta il luogo che ho imparato a conoscere e ad amare. |
17 | এই পোস্টটিতে নাতাশার আতংককে জয় করার সাহসের গভীর প্রশংসা থেকে শুরু করে তার বর্ণনাকে অস্বীকার করাসহ এক হাজারের বেশি মন্তব্য এসেছে। | Il post ha ricevuto più di 1000 commenti, i quali spaziavano dalle lodi per il coraggio di Natasha, allo sgomento e alla smentita di quanto accaduto. |
18 | এই ঘটনাটি সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক নেমে যাওয়ার অব্যবহিত পরে ১১ই ফেব্রুয়ারী তারিখে প্রতিবেদক লারা লোগা্নের উপর গণ হামলাকে মনে করিয়ে দেয়। | L'incidente ricorda la violenza di massa subita dalla reporter Lara Logan l'11 febbraio appena dopo il fermo di Hosni Mubarak. |
19 | লোগানের কী হয়েছিল সেটাও অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ব্লগমণ্ডলে এবং মূলধারার মিডিয়াতে। | I fatti occorsi alla Logan hanno sollevato reazioni simili nel mondo dei blog e dei media convenzionali. |
20 | ফেসবুক পৃষ্ঠা থেকে ৪ঠা জুলাই তারিখে যৌন হয়রানির বিরুদ্ধে বিক্ষোভের আহবান জানানো একটি পোস্টার। | Un manifesto da Facebook in cui si chiede di partecipare a una protesta contro le molestie sessuali il 4 luglio. |
21 | আরবীতে লেখা আছে: যৌন হয়রানি'কে না (বলুন)। | Il testo in arabo dice: No alle molestie sessuali. |
22 | তাকে যত্ন নিন.. রক্ষা করুন | Prenditi cura di lei…proteggila |
23 | সম্প্রতি যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়ে একটি মিছিল গণ যৌন হয়রানির মাধ্যমে শেষ হয়েছে। | Di recente una marcia che chiedeva la fine delle molestie sessuali è terminata [it] con la molestia sessuale di massa dei manifestanti. |
24 | অধিকার নিয়ে কাজ করা এনজিওরা সতর্ক করেছে যে যৌন সহিংসতার ঘটনা বৃদ্ধি সরকারী বাহিনীগুলোর একটি প্রচেষ্টা নারীদের দমিয়ে রাখার এবং বাহ্যিক জীবনে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ রাখার। | Le ONG avvertono che l'aumento delle violenze sessuali è un tentativo dello Stato per intimidire le donne e limitare così la loro partecipazione alla vita pubblica. |
25 | হয়রানি-বিরোধী বিক্ষোভে অংশ নেয়া রীমা লাবিব “তারা কাপুরুষ আর আমি অবিচল।” শিরোনামের একটি পোস্টে তার গল্পটি ভাগাভাগি করেছেন: | Reem Labib, che ha partecipato alla marcia condivide la propria storia in un post dal titolo “Loro erano codardi e io rimarrò. ”: |
26 | আমরা স্বাধীনতা, মর্যাদা এবং সমতার দাবিতে রাস্তায় নামি যৌন সহিংসতাসহ বিভিন্ন ঝুঁকি নিয়েই। | Siamo scesi in strada domandando libertà, dignità ed uguaglianza conoscendo e accettando i rischi, inclusa la violenza sessuale. |
27 | একটি সুস্থ এবং অনেকটা আশ্রিতের মতো লালনপালন ও পরিবেশ লাভ, এর ঝুঁকি সংক্রান্ত জ্ঞান এবং এটা মেনে নেয়া - কোন কিছুই আপনাকে এর জন্যে প্রস্তুত করে না; আমার সমস্ত অভিজ্ঞতায় এই হামলাটি নিকৃষ্টতম লঙ্ঘন এবং আমি জানি যে এটা সারতে আমার যথেষ্ট সময় লাগবে। | Benedetti da una sana educazione e dall'ambiente riparato, la conoscenza del rischio e la sua accettazione non ti preparano a ciò, nulla lo fa; questo attacco è stata la peggior violazione che io abbia mai subito e so che mi ci vorrà del tempo per guarire. |
28 | শারীরিকভাবে আমাকে পরাজিত, ভীত বা চিৎকার করাতে হয়ত এক শত বা ততোধিক শক্তিশালী কামুক উচ্ছৃঙ্খল জনতার প্রয়োজন হয়েছিল, সেটা কোন ন্যায্য লড়াই ছিল না; আমার শরীর অত্যাচারিত এবং কলুষিত হয়েছিল - তারা কেবল আমার খোলসকে আঁচড় দিতে পেরেছে, আমাকে ভিতর থেকে ভাঙ্গতে পারেনি, আমি শিকারে পরিণত হইনি, এবং আমি ভেঙ্গে পড়িনি। | Tra la folla un centinaio di molestatori che volevano sopraffarmi fisicamente, spaventarmi, farmi gridare, non era una lotta equa; il mio corpo è stato violato e profanato - ma hanno solo scalfito il mio guscio, non hanno intaccato la mia parte interiore, non sarò vittimizzata, e non mi hanno sconfitta. |
29 | ইতোমধ্যে এক্টিভিস্টরা সবার জন্যে নিরাপদ রাস্তায় দাবি করে ৪ঠা জুলাই হয়রানি্র বিরুদ্ধে একটি বিক্ষোভের অয়োজন করছেন। | Nel frattempo gli attivisti stanno organizzando una protesta [ar] per il 4 luglio contro le molestie, chiedendo strade più sicure per tutti. |