# | ben | ita |
---|
1 | ক্যাম্বোডিয়া: খেমার রুজ নেতার বিচার শুরু হয়েছে | Cambogia: inizia il processo contro il leader dei Khmer Rossi |
2 | ক্যাম্বোডিয়ায় গণতান্ত্রিক কাম্পুচিয়ার সময়কার অপরাধ ও গণহত্যার বিচারের লক্ষ্যে গঠিত দ্যা এক্স্ট্রা অর্ডিনারী চেম্বার্স ইন দ্যা কোর্ট অফ ক্যাম্বোডিয়া - ইসিসিসি (কোর্টের বিশেষ চেম্বার) মার্চের ৩০ তারিখে বিচার শুরু করেছে কেইং গুয়েক ইভ এর, যিনি ডাচ নামে পরিচিত। | Le Camere Straordinarie delle Corti per l'individuazione dei responsabili dei crimini compiuti nel periodo della Kampuchea Democratica [it], Corte conosciuta anche come ECCC [in], ha aperto il 30 Marzo la prima udienza di Kaing Guek Eav, noto con lo pseudonimo di Compagno Duch [it]. |
3 | খেমার রুজ স্বৈরাচারী সরকারের সময় নম পেনের কুখ্যাত টুল স্লেঙ কারাগারের প্রধান ছিলেন যেখানে হাজারো বন্দী মারা যায়। | Durante il regime di Khmer Rossi, Duch dirigeva la tristemente nota prigione di Tuol Sleng, a Phnom Penh, dove sono morte migliaia di persone. |
4 | এই বিচারের ওয়েব সম্প্রচার পাওয়া যাচ্ছে ক্যাম্বোডিয়া ট্রিবিউন মনিটরে যার প্রথম অংশ নিন্মে পাওয়া যাবে: | La diretta del processo è disponibile sul Cambodia Tribunal Monitor [in]; qui sotto, il primo spezzone: |
5 | পাইনঅ্যাপেল প্রশ্ন করেছে কিভাবে ডাচের ব্যবস্থাপনায় থাকা টুল স্লেঙ কারাগার বা এস-২১ এই বিচারের কার্যে উপস্থাপিত হচ্ছে: | Pineapple [in] si chiede quale ruolo abbia avuto la S-21, la prigione di Tuol Sleng da lui diretta, nel quadro generale del processo: |
6 | এস-২১ কে কি সেভাবেই মূল্যায়ন করা হচ্ছে যেমন এটি খেমার রুজ সরকারের কর্মকান্ডের কেন্দ্রে ছিল না কি শুধুই একটি পর্যটন কেন্দ্র হিসেবে? | Dunque la S-21 rappresenta il nucleo centrale del regime dei Khmer Rossi piuttosto che faccenda da turisti? |
7 | আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে ১৯৭৫-৭৯ সময়কালকে গুরুত্ব দিয়ে একটি ব্যয়বহুল প্রক্রিয়া শুরু হয়েছে। | Sembra un'attività costosa per dimostrare che si sta facendo qualcosa rispetto al periodo 1975-79. |
8 | অথচ ১৯৭০-১৯৭৯ বা ১৯৭৩-১৯৯৩ সময়কালের কেন নয়। | E gli anni dal '70 al '79, o dal '79 al '93? |
9 | আমার মতে তারিখগুলো যদি বদলানো হয় তাহলে অতীতের বিশ্লেষণ খুবই জটিল হয়ে পরবে। | Credo che scavare troppo nel passato possa rivelarsi rischioso se ne cambiamo le date. |
10 | ওইদিকে কেআই মিডিয়া নম পেন পোস্টের একটি আর্টিকেল তুলে ধরেছে যেখানে বলা হয়েছে যে ডাচ শীঘ্রি স্বীকারক্তি দেবে আদালতে। | Nel frattempo, KI Media [in] ha ripreso un articolo uscito sul Phnom Penh Post, secondo cui presto Duch potrebbe confessare durante il processo. |
11 | ডিটেইলস আর স্কেচী ব্লগ এই বিচার সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকার খবর জড়ো করেছে। | Details are Sketchy ha messo insieme una rassegna stampa dei resoconti dell'evento apparsi sui mass media: si trova qui [in]. |
12 | পাবলিক সেসনের জন্যে ইসিসিসির আমন্ত্রণ রয়েছে এখানে। ডাচ এর ট্রায়াল ৩১ মার্চেও চলছে। | Invece qui si trova [in] l'invito ufficiale della ECCC alle udienze pubbliche. |