# | ben | ita |
---|
1 | ইন্দোনেশিয়া: পশ্চিম সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে | |
2 | ইন্দোনেশিয়ার পাদাং-এ এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। | Indonesia: devastata dal terremoto la provincia occidentale di Sumatra |
3 | গত বুধবার (৩০শে সেপ্টেম্বর) পশ্চিম সুমাত্রার স্থানীয় সময় বিকেল ৫ টায় এই ভূমিকম্প আঘাত হানে। পাদাং-এর একজন ইউটিউব ব্যবহারকারী সেখানকার একটি ভিডিও ইউটিউবে দিয়েছে: | Ieri [mercoledì 28 settembre] verso le 17 ora locale un forte terremoto si è abbattuto su Padang [it], nella zona occidentale dell'isola di Sumatra. |
4 | সমুদ্রের নীচে তৈরি হওয়া এই ভূমিকম্পের পরিমাপ ছিল রিখটার স্কেলে ৭. ৬ মাত্রা। | Ecco un video realizzato da un utente di YouTube di Padang: |
5 | এই ভূমিকম্প বড় বড় অনেক অনেক ভবন ধ্বংসস্তুপে পরিণত করে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এই ঘটনা ঘটে পাদাং-এর এক উপকূলীয় এলাকা পারিয়ামানের চারপাশে। | Il terremoto, con epicentro in mare aperto con una magnitudo di 7.6 della scala Richter, ha provocato moltissime vittime, principalmente a Pariaman [ind], sul litorale di Padang. |
6 | টু্ইটপিকে ছবিটি উঠিয়ে দিয়েছে মার্সেলোডেকারান | Foto pubblicata su Twitpic da marcellodecaran |
7 | এর ঠিক আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভারতের জন্য এক আন্তর্জাতিক সুনামি সংকেত জারি করা হয় [ইন্দোনেশিয়ান ভাষায়], কিন্তু এক ঘণ্টা পরে এই সংকেত উঠিয়ে নেওয়া হয়। | A seguito del sisma, è stato lanciato l'allarme tsunami [ind] per Indonesia, Tailandia, Malaysia e India, allarme revocato circa un'ora più tardi. |
8 | ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আনতারা জানায়, এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে, কিন্তু ধ্বংস স্তুপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। | L'agenzia stampa Antara ha stimato [ind] un primo bilancio di 75 vittime destinato ad aumentare man mano che vengono estratti altri corpi ancora intrappolati tra le macerie [oggi, venerdì 2 ottobre, si parla già di oltre 1.000 morti, in]. |
9 | এদিকে এই ঘটনার পর, যদি আবার কোন ভূমিকম্প আঘাত হানে এই ভয়ে অনেকে বাড়ির বাইরে থাকতেই পছন্দ করছে [ইন্দোনেশিয়ান ভাষায়]। | Sono molti gli abitanti che preferiscono restare fuori casa [ind] per paura di nuove scosse. |
10 | আনতারা জনায়, ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনপিবি) বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা প্রধান পুর্নমো সিডিকের মতে, পশ্চিম সুমাত্রার সাথে যোগাযোগের অভাবের কারণে জাকার্তায় বিএনপিবির সদর দপ্তরে এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি। | |
11 | শহরের পঞ্চাশ শতাংশ অংশ ক্ষতির হাত থেকে বেঁচে গেছে এবং পাদাং-এ যে সমস্ত বিমান অবতরণ করার কথা ছিল, সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে, কারণ শহরের মিনাংকাবায়ু বিমান বন্দরের রানওয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। | Secondo quanto dichiarato ad Antara da Purnomo Sidik, a capo della Commissione Nazionale per i Disastri Naturali (BNPB), la sede centrale del BNPB a Giacarta non ha ancora ricevuto informazioni dettagliate dal luogo del disastro a causa dell'interruzione delle linee di comunicazione in tutta la Sumatra occidentale. |
12 | ইন্দোনেশিয়ার টুইটার জগৎ সমবেদনাপূর্ণ বার্তায় ভরে গেছে, আত্মীয় স্বজনরা চারপাশের খবর এবং ত্রাণের সংবাদগুলো সব সময় তাজা রাখছিল। | Il 50% degli edifici cittadini risulta danneggiato, e i voli diretti a Padang sono stati cancellati [in] per via delle lesioni riportate dalle piste d'atterraggio dell'aeroporto di Minangkabau. |
13 | মার্টিমানুরাং: দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য দক্ষিণ এবং উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রাকে সাহায্য করবে। | La comunità Twitter indonesiana è inondata da messaggi di cordoglio, aggiornamenti dei parenti delle vittime, o a loro indirizzati, e comunicazioni sugli aiuti da inviare alle popolazioni colpite. |
14 | ভেরাআলেকজান্দ্রা: ঈশ্বর দয়া করে পাদাং-এ আমাদের ভাই এবং বোনদের সাহায্য করুন… তাদের শক্তি এবং সাহস দিন…আমিন। | aditdmid: bru lht dmpak gempa Padang td sore. evakuasi mlm ni trhmbt hjn deras & mati lstrk,75% kota lumpuh. smg para krbn dbri kkuatn&ktabahn. amin. |
15 | আদিডডমিট: পাদাং-এ ভূমিকম্পের পরে যে ধ্বংসলীলা সাধিত হয়েছে, আমি তার চাক্ষুষ সাক্ষী। | aditdmit: Ho appena visto gli effetti del terremoto di Padang. |
16 | সেদিন সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত ও বিদ্যুৎ না থাকার কারণে উদ্ধার কার্য স্থগিত রাখতে হয়। শহরের ৭৫ শতাংশ অংশ সেদিন বিনষ্ট হয়ে গিয়েছিল। | L'evacuazione, prevista per stasera, è stata rinviata a causa delle forti piogge e dei cali di tensione della linea elettrica. il 75% della città è paralizzato. |
17 | এই ঘটনার যারা শিকার ঈশ্বর তাদের শক্তি ও সাহস প্রদান করুন, আমিন। | Speriamo che le vittime conservino forza e perseveranza. Amen. |
18 | উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা সংসদের নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতির পরিমাপ করতে ছয়জন মন্ত্রীকে সেখানে পাঠান। | Il vice Presidente Jusuf Kalla ha chiesto di accorciare la cerimonia del giuramento dei nuovi parlamentari, e ha poi inviato sei ministri in loco per una prima stima dei danni. |
19 | আউলিয়া: আমরা আপনার জন্য ভোট দিয়েছি। | aulia: Noi abbiamo votato per te. |
20 | এই বিষয়ে আমাদের প্রথম সরাসরি অনুরোধ, এই ভূমিকম্পে যারা ক্ষতির শিকার তাদের জন্য আপনার পকেট খরচ দান করুন। আপনার চেয়ে তাদের এই পয়সার বেশি প্রয়োজন। | La nostra prima richiesta ufficiale è di donare parte del tuo patrimonio per le vittime del sisma: a loro serve più che a te. |
21 | স্থানীয় সময় রাত ১১. ৪৫ মিনিটে ডারলিং আলিহ বলছে: | Verso le 11:45 PM (Ora locale) darlingalih scrive: |
22 | পাদাং-এ, পুনরায় জিপিআরএস ইন্দোসাট [লেখকের টীকা: ইন্দোসাট, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানী]-এর নেটওয়ার্ক চালু হয়েছে। | La rete GPRS di Indosat [secondo gestore di telefonia mobile del Paese] di Padang è stata ripristinata, consigliamo le comunicazioni via Blackberry: messaggi sui forum, Facebook, e-mail, Yahoo Messenger. |
23 | আমরা আপনাকে পাদাং-এ যোগাযোগ বজায় রাখার জন্য, ব্লাকবেরি মোবাইল ফোনের বিভিন্ন টুল, যেমন, ই-মেইল, ব্লাকবেরি ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার বা ফেসবুক ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। | Il Ministro del Welfare, Abu Rizal Bakrie [ind], sostiene che i danni alle infrastrutture provocati da questo sisma potrebbero essere pari a quelli causati dal terremoto di Yogyakarta del 2006 [in]. |
24 | সমাজ কল্যাণ মন্ত্রী আবু রিজাল বাকরিই বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে শহরের কাঠামো ধ্বংস হয়ে যাবার ফলে, বিষয়টি এই এলাকার জন্য অনেক বড় প্রভাব ফেলবে, যেমনটি হয়েছিল ২০০৬ সালে যোগজাকার্তার ভূমিকম্পে। | |