# | ben | ita |
---|
1 | সৌদি আরবঃ জাতীয় দিবসে অভিযোগহীন বন্দীদের পরিবারের বিক্ষোভ | Arabia Saudita: proteste a favore dei detenuti senza accuse |
2 | সৌদি আরবের শীর্ষ মানবাধিকার সমস্যা হলো অভিযোগ ছাড়াই কারাবাস। | In Arabia Saudita l'imprigionamento senza capi d'accusa è senz'altro il problema principale nel settore dei diritti umani. |
3 | সৌদির স্বাধীন মানবাধিকার সংস্থা সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এসোসিয়েশন এর হিসেবে অভিযোগহীন বন্দীদের সংখ্যা ৩০,০০০ এর ওপরে, যেখানে সরকারী হিসেবে তা মাত্র ৪,৩৯৬ জন। | L'organizzazione indipendente “Associazione Saudita per i diritti civili e politici” stima una cifra di oltre 30.000 [ar, come tutti gli altri link tranne ove diversamente indicato] prigionieri senza accuse, mentre le stime governative si fermano a quota 4.396. |
4 | এদের বেশীর ভাগই ৯/১১ এর পরবর্তী “সন্ত্রাস বিরোধী যুদ্ধের” সময় গণ গ্রেফতারের শিকার। | Molti sono stati arrestati in massa dopo l'11 settembre 2001, durante la cosidetta “guerra al terrore”. |
5 | ২৩ শে সেপ্টেম্বর,২০১২, সৌদির জাতীয় দিবসে অভিযোগহীন বন্দীদের পরিবার তাদের মামলা সম্পর্কে সচেতনতা সৃষ্টির সুযোগ গ্রহণ করেছিল। বুরাইদাহের কাছাকাছি আল-তুরফিয়া কারাগারের বাইরে তারা অবস্থান নেয়। | Il 23 settembre 2012, giornata nazionale dell'Arabia Saudita [en], le famiglie dei detenuti senza accuse hanno colto l'occasione per aumentare la consapevolezza sul loro caso, organizzando un sit-in fuori dalla prigione al-Turfiya, vicino a Buraidah [en]. |
6 | রয়টার্সের খবর অনুযায়ী, ৬০ জন পুরুষ, ৪৫ জন মহিলা এবং ১৬ টি শিশু এই অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছিলো। | Secondo Reuters, 60 uomini, 45 donne e 16 bambini hanno partecipato al sit-in. |
7 | প্রথমে দাঙ্গা পুলিশের বাস বিক্ষোভকারীদের ঘিরে রেখেছিলো এবং তাদের কাছে খাবার ও পানি পৌঁছাতে বাঁধা দেয়। | All'inizio i bus della squadra antisommossa hanno circondato i manifestanti e requisito loro cibo e acqua. |
8 | সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-কাহতানী টুইট করেছেন [আরবি] : | Mohammad al-Qahtani, co-fondatore dell'associazione saudita per i diritti civili e politici, commenta [ar]: |
9 | বিক্ষোভকারীরা সারা রাত বসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, @আবুসাইদ৩৩৩১ থেকে পাওয়া ছবি। | I manifestanti decidono di passare la notte all'aperto, via @abosaud3331 |
10 | এমএফকাহতানীঃ আল-তুরফিয়া কারাগারের বাইরে বসে থাকা সবাইকে দাঙ্গা পুলিশ বাসগুলো ঘিরে রেখেছিলো এবং তারা কাউকেই এর মধ্যে ঢুকতে বা বের হতে দেয়নি। | MFQahtani: I bus della squadra antisommossa stanno circondando il sit-in di al-Turfiya e non permettono a nessuno di entrare o andarsene. |
11 | বিক্ষোভকারীদের গাড়ির রেজিস্ট্রেশন প্লেটের নাম্বারগুলোও তারা সংগ্রহ করেছিল এবং পানি নিতে বাধা দিচ্ছিলো! | Hanno anche preso i numeri delle targhe automobilistiche e requisito l'acqua! |
12 | যদি পুলিশ তাদের খাবার ও পানি নিতে না দেয় তবে, একজন বিক্ষোভকারী বউয়াজিজি এর অনুসরণে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় [আরবী]: | Un manifestante ha minacciato di gettarsi sul fuoco, seguendo l'esempio di Bouazizi [it], se non avessero permesso loro di mangiare e bere: |
13 | @আবুসাইদ৩৩৩১: সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিন, যদি তারা খাবার ও পানি নিতে না দেয় তবে আমি হব আরেকজন বউয়াজিজি। | @abosaud3331: Facciamo sapere al governo e al ministero dell'interno che sarò un altro Bouazizi se non ci lasceranno bere e mangiare. |
14 | আমি এর জন্য প্রস্তুত। | Sono pronto a questo. |
15 | আবারও টুইট করছি। | Rilancia. |
16 | যাহোক, একজন বিক্ষোভকারী পুলিশের পাহারাকে ফাঁকি দিয়ে অন্যদের জন্য কিছু খাবার নিয়ে আসতে সক্ষম হয় [আরবি]: | Tuttavia, un manifestante è riuscito ad abbattere il blocco e a portare un po' di cibo al sit-in: |
17 | @আবু_ওতমানঃ কেউ একজন পানি ও খাবার অবৈধভাবে নিয়ে এসেছিলো! | @abo_otman: Acqua e cibo sono appena arrivati grazie a qualcuno, illegalmente! |
18 | আল-কাহতানি রিপোর্ট করেছিলেন যে সৎ গুণাবলী উন্নতকরণ এবং পাপ দমনকারী কমিটির সদস্যরা, যারা তথাকথিত “ধার্মিক পুলিশ”, তারাই দাঙ্গা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলো। | Al-Qahtani riferisce che i membri del “Comitato per la promozione della virtù e la prevenzione del vizio”, la cosiddetta “polizia religiosa”, si è unita alla squadra antisommossa. |
19 | পরিবারগুলো কারাগারের সামনে সারা রাত কাটিয়েছে। তাদের দাবী ছিলো কারাগার কর্তৃপক্ষকে তাদের সাথে অবশ্যই দেখা করতে হবে। | Le famiglie hanno trascorso la notte di fronte alla prigione, esigendo un incontro con l'amministrazione della prigione. |
20 | দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার চেষ্টা করেছিলো [আরবি]: | La squadra antisommossa ha tentato di minacciare i manifestanti [ar]: |
21 | কর্মকর্তাদের দরজা [আপনাদের জন্য] খোলা আছে। | Le porte degli ufficiali sono aperte [per voi]. |
22 | আপনারা নিজেদেরকে ও আপনাদের পরিবারকে বিপদে ফেলবেন না। | Non mettete voi e le vostre famiglie in pericolo. |
23 | বিক্ষোভকারীরা একটা মীমাংসায় আসার পর চারিদিকে ছড়িয়ে পরেছিলো, কিন্তু তারা একটি পুলিশ চেক পয়েন্টের কাছে যেখানে সমর্থকেরা তাদের জন্য খাবার ও পানি নিয়ে অপেক্ষা করছিলো সেখানে পৌছার পর দাঙ্গা পুলিশ খুব দ্রুত তাদের ঘিরে ফেলে এবং পেটাতে শুরু করে। | Raggiunto un accordo, i manifestanti si sono dispersi, ma, appena arrivati al posto di controllo della polizia dove erano attesi dai sostenitori (che dovevano rifornirli di cibo e acqua), la squadra antisommossa li ha rapidamente circondati e ha iniziato a picchiarli. |
24 | মার খাওয়া বিক্ষোভকারীদের একজন রীমা আল-জোরেশ। | L'attivista Reema al-Joresh [en] era tra quelli che sono stati malmenati. |
25 | যে গাড়িগুলো চলে গিয়েছিলো পুলিশ সেগুলোকেও ধাওয়া করেছিলো। | Hanno anche seguito le macchine che avevano lasciato. |
26 | এই অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া ৫০ জনেরও বেশী যুবক এখনও আটক রয়েছে। | Più di 50 giovani, che avevano partecipato al sit-in, sono ancora tenuti in stato di fermo. |