# | ben | ita |
---|
1 | ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধের স্মৃতিসৌধ | Monumento ai caduti di guerra di Brunei e Australia |
2 | ছবি আনাক ব্রুনাইয়ের সৌজন্যে আনাক ব্রুনাই লিখেছেন সম্প্রতি মুয়ারা সৈকতে ব্রুনাই আর অস্ট্রেলিয়ার বিশিষ্টজনদের দ্বারা উদ্বোধন করা ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধ স্মৃতিসৌধের ব্যাপারে। | Il blog AnakBrunei [in] riporta la notizia della recente inaugurazione del monumento commemorativo Brunei-Australia, svoltasi a Muara Beach - a 13 km dalla capitale del Brunei, Bandar Seri Begawan [it] - alla presenza dei dignitari del Brunei e dell'Australia e di veterani di guerra australiani. |
3 | রাজধানী বন্দর সিরি বেগাওয়ান থেকে মাত্র ১৩ কিমি দূরে এই সৌধ অবস্থিত এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার যুদ্ধপ্রবীণরা। | |
4 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়ানদের মুয়ারা বা ‘সবুজ সৈকতে' অবতরণকে স্মরণ করতে এ সৌধ নির্মিত হয়েছে। | |
5 | এটি ব্রুনাই ও অস্ট্রেলিয়ার মানুষের মধ্যকার সহযোগীতার স্মরণ ও করে। অপারেশন ওবিওই ৬ এর অভিযানে অস্ট্রেলিয়ানরা যে জায়গায় অবতরণ করেছিলেন সেটাই স্মৃতিসৌধের স্থান। | L'opera commemora non solo degli sbarchi australiani sulla spiaggia di Muara - o “spiaggia verde” - nel giugno 1945 durante la seconda guerra mondiale, ma altresì la cooperazione che lega le popolazioni di Brunei Darussalam e Australia. |
6 | স্মৃতিসৌধের সাথে আছে একটা প্যানেল যাতে ব্রুনাই অপারেশনের বিস্তারিত বলা আছে। | Il monumento sorge nel punto di sbarco delle forze australiane durante l'Operazione OBOE 6 ed è corredato da un pannello informativo sulla storia dell'operazione Brunei. |
7 | আনাক ব্রুনাই বলছেন: | Secondo AnakBrunei: |
8 | অস্ট্রেলিয়ার কালো গ্রানাইট বিশেষভাবে সম্মান জানায় সেই ১১৪ জন অস্ট্রেলিয়ানকে যারা অপারেশন ওবিওই ৬ এর সময়ে নিহত হয়েছিলেন আর সেই ২২১ জনকে যারা আহত হয়েছিলেন। | |
9 | ফলকে লেখা আছে “স্মৃতিতে ১৯৪৫” আর এটা ঘিরে আছে এই কথাগুলো “ব্রুনাই- অস্ট্রেলিয়া স্মৃতিসৌধ” ইংরেজী, মালাউয়ি আর জাভি ভাষায়। | |
10 | বোর্নিওতে অন্যান্য যে অস্ট্রেলিয়ার স্মৃতিসৌধ আছে তার মধ্যে আছে লুবুয়ান আর সান্দাকানেরটা। | |