Sentence alignment for gv-ben-20130519-35587.xml (html) - gv-ita-20130311-75692.xml (html)

#benita
1ইরানের প্রেসিডেন্ট বললেন, “শাভেজ যিশুখ্রিস্টের সঙ্গে ফেরত আসবেন”Iran: “Chavez tornerà insieme a Cristo”, dice Ahmadinejad
2ভেনেজুয়েলান নেতা হুগো শাভেজের জন্য সরকারি ওয়েবসাইটে সান্ত্বনার বার্তায়, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ শাভেজকে “ভেনেজুয়েলার জনগণের সেবায় রত শহীদ বলে উল্লেখ করেন যার রহস্যজনক মৃত্যু হয়েছে।”Il Presidente iraniano Mahmoud Ahmadinejad, nel messaggio di condoglianze per il leader venezuelano Hugo Chavez [fa, come tutti gli altri link eccetto ove diversamente segnalato] pubblicato nel suo sito web ufficiale, ha fatto riferimento al presidente scomparso [en] come “Martire a servizio del popolo venezuelano, morto in circostanze sospette”.
3আহমাদিনেজাদ ইসলামের ভবিষ্যৎ ত্রাতা হিসেবে পরিচিত গুপ্ত ইমামের কথা উল্লেখ করে আরো বলেন, “আমার কোন সন্দেহ নেই শাভেজ যিশু খ্রিস্ট ও অন্যান্য পুণ্যবান ব্যক্তিদের সাথে ফিরে আসবেন।”Ahmadinejad ha aggiunto: “Non ho dubbi che Chavez farà ritorno con Gesù Cristo e tutti gli altri giusti” riferendosi all'Imam Nascosto [en], considerato dagli sciiti come il salvatore dell'umanità in un futuro prossimo.
4নেট নাগরিকগণ এবং এক রক্ষণশীল নেতা আহমাদ খাতেমি কর্তৃক আহমাদিনেজাদ তার এই বার্তার জন্য সমালোচিত হয়েছেন।Ahmadinejad è stato criticato per questo suo messaggio sia dai netizen che da Ahmad Khatami, una figura conservatrice di spicco all'interno del regime.
5দামাভানিদিয়েহ লিখেছেন [fa]:Scrive Damavandieh:
6আজারবাইজান প্রদেশে এক ভূমিকম্পে ইরানিয়ান তরুণরা মারা গেল, দেশের সেবকদের মৃত্যু হল অথচ সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করে নি, এমনকি যেখানে ইরানিয়ানরা শোক পালন করেছিল।Sono stati uccisi dei giovani iraniani, un terremoto ha colpito la provincia di Azerbaijan, la gente che ha servito il paese è morta, ma il governo non ha annunciato un solo giorno di lutto nazionale.
7এখন শাভেজ মারা গেলেন…এবং হঠাৎই সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করল।Adesso Chavez è scomparso e il governo ne celebra il ricordo in modo ufficiale.
8তার মৃত্যুর পর মুহূর্ত থেকেই ইরানিয়ানরা তাকে নিয়ে কৌতুক করে একে অন্যকে খুদেবার্তা পাঠিয়েছেDal momento in cui è arrivata la notizia del decesso, gli iraniani si sono mandati sms prendendosene gioco.
9আহমাদিনেজাদ রাষ্ট্রপতি শাভেজকে একজন শিয়া সন্ত হিসেবে উপস্থাপিত করছেন।Ahmadinejad presenta Chavez come un santo sciita.
10কার্টুন রুজঅনলাইনের মায়া নেসতানির সৌজন্যে (অনুমতিক্রমে ব্যবহৃত)।Mana Neyestani in Roozonline (utilizzo dell'immagine autorizzato)
11আজাদি ইরানিয়ান মিডিয়ার কথা উল্লেখ করেছেন যারা প্রচার করেছে যে আহমাদিনেজাদ এক মাস আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং বলেছেন [fa]যে তিনি ঈশ্বরের কাছে শাভেজের সুস্থতা কামনা করেন।Azadi cita i media iraniani che, a loro volta, dicono che Ahmadinejad ha chiamato il vicepresidente venezuelano un mese fa e ha detto che pregava Dio per la salute di Chavez.
12এই ব্লগার ব্যঙ্গ করে বলেন যে আশা করা যায় আহমাদিনেজাদ আলি খামেনির [ইসলামিক প্রজাতন্ত্রের প্রধান নেতা] জন্য একই প্রার্থনা করবেন।Il blogger riferisce in modo ironico che Ahmadinejad - assai speranzoso - recita la stessa preghiera per Ali Khamenei [il Supremo Leader della Repubblica Islamica].
13আজারমেহের শাভেজের মৃত্যুর পর আহমাদিনেজাদের বার্তার একটি অংশ তুলে ধরেন এবং প্রয়াত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের সাথে ইরাকের সাবেক একনায়ক ও ইরানের প্রতিপক্ষ সাদ্দাম হোসেন এবং সাবেক সংস্কারক মোহাম্মদ খাতামির কিছু ছবি প্রকাশ করেছেন।Azarmehr ha citato [en] una parte del messaggio di Ahmadinejad sulla morte di Chavez e ha pubblicato diverse foto dell'ultimo presidente venezuelano insieme a Saddam Hussein, il dittatore iracheno ultra-nemico dell'Iran e di Mohammad Khatami, l'ultimo presidente riformista.
14চ্যালেঞ্জার দুজন আবেদনময়ী নর্তকীর সাথে নৃত্যরত অবস্থায় শাভেজের একটি ছবি প্রকাশ [fa] করেন এবং জিজ্ঞাসা করেছেন যে এই দুজনও খ্রিস্ট এবং গুপ্ত ইমামের সাথে ফিরে আসবে কিনা।Challenger ha pubblicato delle foto che ritraevano Chavez mentre ballava con due ballerine sexy e si chiede se anche queste fanciulle ritorneranno con Cristo e l'Imam Nascosto.
15টিউয়েটার শাভেজ ফিরে আসতে বেশি সময় নেবেন না।Tweater spera in un pronto “ritorno” di Chavez.
16১৩৭৬ ফাঁসি বলেছে [fa]:E sul blog 1376 executions si legge:
17যদি কোন দিন ইরান আর ইটালির সুসম্পর্ক থাকত, তাহলে ইরানিয়ান সরকার সাবেক ইটালিয়ান প্রধানমন্ত্রী, সিলভিও বের্লুসকোনি সম্পর্কে একই কথা বলত, যে এই ব্যাভিচারি খ্রিস্টের সঙ্গে ফিরে আসবেন।Se un giorno l'Iran e l'Italia dovessero stringere degli accordi solidi, il governo iraniano direbbe la stessa cosa sull'ex primo ministro italiano, Silvio Berlusconi. Un donnaiolo che farà ritorno con Cristo.