Sentence alignment for gv-ben-20111001-20415.xml (html) - gv-ita-20111007-46271.xml (html)

#benita
1যুক্তরাষ্ট্র: হিস্পানিক জনগোষ্ঠীর মাঝে দারিদ্রের হার বৃদ্ধিStati Uniti: gli ispanici tra i più colpiti dalla crisi economica
2যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটা পর্যায়ে এসে স্থবির হয়ে আছে এবং মনে হচ্ছে যেখানে ছিল সেখানে থেকে আর বের হয়ে আসতে পারছে না।L'economia americana è a un punto morto da cui non sembra riuscire a risollevarsi.
3অনড় বেকারত্বের হার দেশটির দারিদ্র সীমায় যোগ হচ্ছে, যা দেশটির ৪ কোটি ৬০ লক্ষ মানুষের উপর প্রভাব ফেলছে। সাম্পতিক এক আদমশুমারি থেকে প্রাপ্ত পরিসংখ্যানে অনুসারে তা দেশটির মোট জনসংখ্যার ১৫.All'inamovibile tasso di disoccupazione si è aggiunto un tasso di povertà che coinvolge più di 46 milioni di persone, il 15,1% della popolazione secondo gli ultimi dati statistici [en].
4১ . শতাংশ। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছে যে ১৯৯৩ সালের পর দারিদ্রের এটাই সর্বোচ্চ হার।Gli esperti in materia affermano che si tratta del tasso più alto dal 1993.
5এই সংখ্যা যে দৃশ্য উন্মোচন করেছে তা মোটেও কোন উৎসাহজনক বিষয় নয়।I numeri offrono un panorama poco incoraggiante.
6২০০৯ সালের পর থেকে গৃহস্থালী বিষয়ক গড় উৎপাদন ২. ৩ শতাংশ কমে গেছে।Il reddito familiare medio è diminuito del 2,3% dal 2009.
7চিকিৎসা বীমা নেই এমন নাগরিকের সংখ্যা এখন ৫ কোটি, আর গত এক বছরে কাজ নেই এমন ১৬ বছর বয়স উর্ধ নাগরিকের সংখ্যা ২০০৯ সালের ৮ কোটি ৩৩ লক্ষ থেকে বেড়ে ৮ কোটি ৬৭ লক্ষে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের, সানফ্রান্সিসকোর এক গৃহহীন নাগরিক।La popolazione senza assicurazione medica ammonta a circa 50 milioni di persone e i maggiori di 16 anni che non hanno lavorato nemmeno una settimana nel corso dell'anno sono passati dagli 83,3 milioni del 2009 agli 86,7 dell'anno scorso.
8ছবি সন অফ গুরুচো-এর (সিসি বাই ২.Senza tetto a San Francisco, Stati Uniti.
9০) দুর্ভাগ্যজনক ভাবে, দেশটির সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিস্পানিক বা স্প্যানিশ ভাষী জনগোষ্ঠী দারিদ্রের এই ছোবল থেকে মুক্ত নয়।Foto di Son of Groucho (Licenza Creative Commons). Sfortunatamente le minoranze, in particolar modo gli ispanici, non sono esclusi dallo spettro della povertà.
10২০০৯ সালে গড়ে একজনের আয়ের হার ৩৯,৬৬৭ ডলার থেকে হ্রাস পেয়ে ৩৭,৭৫৯ ডলারে নেমে যায়, যা নির্দেশ করে যে এই গ্রুপ ১৯৯৯ সালের অর্থনৈতিক মন্দার হাত থেকে নিজেদের বের করে আনতে পারেনি, যা ২০০১ সালে এই পতনের কারণ হয়ে দাঁড়ায়।
11এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখলে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে দারিদ্রের হার ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশ যেমন আর্জেন্টিনা (৮. ১ শতাংশ), চিলি (৯.La media ha accusato un decremento del 2,3%, da 38.667 dollari ai 37.759 del 2009, il che indica come questo gruppo non si è ancora ripreso dagli effetti della crisi del 1999 che ha causato il crollo del 2001.
12৮ শতাংশ), উরুগুয়েকে (৬.
13৩ শতাংশ) ছাড়িয়ে গেছে এবং তা ব্রাজিলের (১৯.
14৩ শতাংশ)-এর কাছাকাছি এসে পৌঁছেছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ( ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকান এন্ড ক্যারিবিয়ান বা এ্যাকলাক) প্রকাশিত এক রিপোর্টে এই সংবাদ জানা গেছে : ইউএসএ স্প্যানিয়ল [ স্প্যানিশ ভাষায়] হচ্ছে ক্রিস্টিনা এফ.Per poter comprendere la gravità della situazione, basti pensare che gli indici di povertà degli Stati Uniti sono arrivati a superare quelli di Paesi dell'America Latina quali l'Argentina (8.1%), il Cile (9.8%), Uruguay (6.3%), e si sta avvicinando ai tassi del Brasile (19.3%), secondo il rapporto della Commissione Economica per l'America Latina e i Caraibi (CEPAL).
15পেরেদার ব্লগ। তিনি এই হতাশাজনক সংখ্যার উল্লেখ করেন যা হিস্পানিক জনগোষ্ঠীর উন্নয়নকে অস্বীকার করে।USA español [es, come per tutti gli altri link eccetto ove diversamente indicato], il blog di Cristina F.
16যেখানে ২০০৮ থেকে ২০০৯-এর মধ্যে সামগ্রিক ভাবে এই জাতির মাথা পিছু আয় ১.Pereda, cita le scoraggianti cifre che impediscono il progresso della popolazione ispanica:
17২ শতাংশ কমে গেছে, সেখানে হিস্পানিক জনগোষ্ঠীর মাথা পিছু গড় আয় প্রকৃতপক্ষে কমে ৩.Mentre il reddito procapite è sceso dell'1.
18৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। এতে পারিবারিক আয় দারুণভাবে প্রভাবিত হয়েছে, যার পরিমাণ কমে প্রায় ৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।2% per l'intera popolazione, nel caso degli ispanici è crollato del 3.5% fra il 2008 e il 2009.
19যদি ২০০০ সালের পর থেকে প্রাপ্ত তথ্যকে এর সাথে যুক্ত করা হয়, তাহলে তা আফ্রিকান -আমেরিকান নারীদের আয়ের (১১.Sono peggiorate anche le entrate delle famiglie, con una riduzione di quasi l'8%, vicinissimo a quello delle donne afroamericane (con l'11.
20৮ শতাংশ) কাছাকাছি এসে দাঁড়িয়েছে।8%) se paragonate ai livelli del 2000.
21জিবি ল্যাটিনো টিভি [স্প্যানিশ ভাষায়] নামক ব্লগে আর্জেন্টিনার এক সাংবাদিকের ভিডিও রিপোর্ট যুক্ত করা হয়েছে, যেখানে এর উপস্থাপক যুক্তরাষ্ট্রের দারিদ্রের হারের পরিমাণ জেনে বিস্মিত।Il blog GB Latino TV riporta il video di un giornalista argentino in cui il presentatore del notiziario si mostra scioccato dai livelli di povertà raggiunti negli Stati Uniti.
22তিনি এই বিষয়ে একটি সারসংক্ষেপ উপস্থাপন করছেন :Questo il suo breve riassunto:
23১৫. ২ শাতাংশ মার্কিন নাগরিক দারিদ্রের মধ্যে বাস করে।Il 15,2% degli americani vive in povertà, il che significa 46 milioni di persone.
24যার অর্থ হচ্ছে ৪ কোটি ৬০ লক্ষ বাসিন্দা দারিদ্র সীমায় পতিত হয়েছে।Si tratta del livello più alto dal 1993, secondo il rapporto del censimento nazionale.
25১৯৯৩ সালের পর দারিদ্র সীমার এটাই সর্বোচ্চ হার, যা জাতীয় আদমশুমারির তথ্য থেকে পাওয়া গেছে।
26ইমিগ্রেন্ট টিভি [স্প্যানিশ ভাষায়] একই পরিসংখ্যান প্রদান করার পাশাপাশি, ধারনা প্রদান করছে যে ওবামা প্রশাসন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরছে না:InmigranteTV, oltre a offrire gli stessi risultati censuari con riferimento alle famiglie ispaniche, sottolinea che i recenti piani economici sono stati messi in ombra dall'amministrazione Obama:
27এটা খুব একটা অনুকূল পরিস্থিতি নয়, বিশেষ করে যখন রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক গতি বৃদ্ধির প্রতিশ্রুতি প্রদান করে কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে এক পরিকল্পনা প্রদান করার পর, এই ধরনের ঘটনা ঘটে।Si tratta di un'altra situazione molto negativa, specialmente dopo che il Presidente ha presentato un piano per l'occupazione con cui si cerca di promuovere una ripresa dell'economia.
28টুইটার ব্যবহারকারীরা জনসংখ্যা বিষয়ক এই ধরনের ফলাফল আশা করেনি।Gli utenti di Twitter non si aspettavano queste statistiche.
29পিভি মার্কেটিং (@পিভিএমকেটি) [স্প্যানিশ ভাষায়] একটি ভিডিও প্রদর্শন করছে :PV Marketing (@pvmkt) condivide un video:
30এই ভিডিও বলছে যে যুক্তরাষ্ট্রের প্রতি ৪ জন হিস্পানিক ( #হিস্পানোস) নাগরিকের মধ্যে ১ জন গরীব। (#hispanos)। http://goo.gl/bKMkX [স্প্যানিশ ভাষায়]Il video racconta che un ispanico su quattro (#hispanos) negli Stati Uniti sta diventando povero. http://goo.gl/bKMkX
31মেরিডিথ ডডসন (@ডডসনএ্যাডভোকেট) [স্প্যানিশ ভাষায়] অস্বস্তিকর পরিসংখ্যানে তেমন একটা বিস্মিত নয়:Meredith Dodson (@dodsonadvocate) [es] non è sopresa da queste scoraggianti statistiche:
32আশঙ্কাজনক, কিন্তু তার সবটাই নয় আরটি @এ্যালেক্সক্যাথোরনেড): নিগ্রো এবং হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে দারিদ্রের হার (২৭ শতাংশের চেয়ে কম) দেশটির শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর প্রায় দ্বিগুণ।
33#প্রোভার্টি, #সেনসাশ হিস্পানিক জনগোষ্ঠীর শিশুদের মধ্যে দারিদ্রের হার দেখে কারমেন অর্টিজ-ম্যাকঘি (@অর্টিজম্যাকঘি) বিস্ময়ে হতবাক:è allarmante ma non del tutto :( RT @alexcawthornedc: il tasso di povertà per neri e ispanici (>27%) è più del doppio di quello dei caucasici #povertydata #Census
34নতুন আদমশুমারি থেকে প্রাপ্ত এক তথ্য অনুসারে হিস্পানিক জাতির ৩৭ শতাংশ শিশু দারিদ্র…এ যে মাথার চুল খাড়া করে দেবার মত বিষয়Carmen Ortiz-McGhee (@ortizmcghee) è impressionata dalla situazione di povertà dei bambini ispanici: Ispanici=37% dei bambini poveri secondo l'ultima versione del censimento… da brividi!
35এ্যালেক্স গুয়েরেরো (@ভাজলা২২) [স্পানিশ ভাষায়] তার টুইটে প্রথম বাক্যে এইসব বিষয় উপস্থাপন করছে :Alex Guerrero (@Vzla22 ) [es] dice tutto con la prima parte del suo tweet:
36বিষয়টি মোটে গ্রহণযোগ্য নয়: যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ নাগরিক দারিদ্রের মধ্যে বাস করে।Inaccettabile: il 15% degli americani vive in povertà.
37ল্যাটিনোদের ( স্প্যানিশভাষী জনগোষ্ঠী) মধ্যে এই হার ২৬ শতাংশ, এই জনগোষ্ঠীর প্রতি চারজনের মাঝে একজন দারিদ্রের মধ্যে বাস করছে>> http://1.usa.gov/pCOqCe #ল্যাটিইজমTra i latino americani la percentuale sale al 26. 1% = 1 su 4 >> http://1.usa.gov/pCOqCe #latism
38উপসংহারে, এলিন সি.Per concludere, secondo Eileen C.
39রিভেরার (@এলিনসিরিভেরার) কাছে আদমশুমারির এই ফলাফল, দেশটির সংখ্যালঘুদের অবস্থানের আরেকটি খারাপ দৃষ্টান্ত প্রদান করল:Rivera (@eileencrivera) i risultati del cens}imento costituiscono un altro brutto antecedente per le minoranze di questo paese:
40আদমশুমারিতে আরো খারাপ সংবাদ রয়েছে; হিস্পানিকদের ক্ষেত্রে দারিদ্রের হার বেড়ে ২৬.Altre cattive notizie del censimento: il tasso di povertà degli ispanici è salito a 26.
41৬ শতাংশ এবং নিগ্রোদের ক্ষেত্রে বেড়ে ২৭.6%, e per i neri è arrivato al 27.
42৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। http://wapo.st/nF4sMS4%. http://wapo.st/nF4sMS