Sentence alignment for gv-ben-20091106-7347.xml (html) - gv-ita-20091104-9549.xml (html)

#benita
1বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকটBolivia: effetti a catena per lo scioglimento di alcuni ghiacciai andini
2চাকাল্টায়া পর্বতশ্রেণীতে বলিভিয়ার আন্দেজ পর্বতমালার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়া আছে।La catena montuosa del Chacaltaya [in] contiene alcune delle vette più rappresentative delle Ande boliviane.
3এই পাহাড়ী দেশে যেহেতু এক সময় স্কি করার এটাই একমাত্র জায়গা ছিল, লা পাজ পৌরঅঞ্চলবাসী আর বিদেশীদের কাছেও এই পাহাড়গুলো বেশ পরিচিত।Trattandosi di una delle poche località dove si poteva sciare in questo Paese montagnoso, tali cime sono ben note a chi vive nel Dipartimento di La Paz e agli appassionati stranieri.
4বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের অংশগ্রহণে এই পাহাড়ে চ্যারিটি ফুটবল খেলাও হয়েছে এটা দেখাতে যে এই খেলা উচুঁ জায়গাতেও খেলা যায়।Queste montagne hanno ospitato anche partite di calcio a scopo benefico alle quali partecipava il Presidente boliviano Evo Morales per dimostrare come fosse possibile praticare lo sport anche a elevate altitudini.
5তবে চাকাল্টায়া হিমবাহ (গ্লেসিয়ার) দ্রুত আর চিন্তায় ফেলার মতো গতিতে গলে যাচ্ছে।Tuttavia il ghiacciaio di Chacaltaya va riducendosi a ritmi veloci e preoccupanti.
6এই হিমবাহ সহ এই এলাকার অন্যান্য গ্লেসিয়ার উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা করেছেন হায়ার ইউনিভাসিটি অফ সান আন্দিয়াজের প্রফেসর এডসন রামিরেজ। তিনি বিশ্ব উষ্ণায়ন আর হিমবাহ গলে হয়ে যাওয়ার পিছনে সরাসরি সম্পর্ক আছে বলে নিশ্চিত হয়েছেন।Gli effetti del cambiamento climatico su questo ghiacciaio e su altri nella regione sono stati analizzati in un'indagine del prof. Edson Ramírez, docente all'Universidad Mayor de San Andrés, il quale stabilisce un collegamento diretto [sp] tra l'effetto serra e la scomparsa del ghiacciaio.
7রামিরেজ আর তার দল কাছে আর একটা হিমবাহ দেখছিলেন যেখানে একই ধরনের পরিবর্তন হচ্ছে আর স্থানীয় জনগণের উপরে এর প্রভাব সম্পর্কে গবেষণা করছিলেন।Ramírez e il suo team hanno studiato anche l'analogo cambiamento che sta subendo un ghiacciaio nelle vicinanze e gli effetti sulla popolazione locale.
8তুনি কন্দোরিরি হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে, যা আলপাইন পর্বত প্রেমীদের হতাশ করেছে, কিন্তু একই সাথে অভিবাসী একটা গোত্রকে ক্ষতিগ্রস্ত করেছে যারা তাদের খাওয়ার পানি আর কৃষি কাজের জন্য এর উপরে নির্ভর করে।Il ghiacciaio Tuni Condoriri va sciogliendosi velocemente, con la delusione degli appassionati di sci, ma soprattutto a danno di una popolazione migrante che dipende dal ghiacciaio per l'accesso all'acqua potabile e per le coltivazioni.
9হিমবাহ থেকে যে সংগ্রহশালাতে পানি জমে তা এল আল্টো শহর আর এর বাইরের লা পাজের ৮০% খাওয়ার পানি সরবরাহ করে।La riserva che raccoglie l'acqua del ghiacciaio fornisce l'80% dell'acqua potabile alla città di El Alto e ad alcuni quartieri periferici di La Paz [in].
10সাম্প্রতিক হিসাব অনুসারে, এল আল্টোর জনসংখ্যা ৮২৭,০০০ যা প্রতি বছর ৫. ১% হারে বাড়ছে।Secondo il censimento più recente, El Alto conta una popolazione di 827.000 persone [sp], in continua crescita con un tasso del 5.1% annuo.
11সাংবাদিক আর ব্লগার মোনিকা ওব্লিটাস বলেছেন যে জাতীয় গড়ের থেকে এই হার দ্বিগুণের বেশী।Secondo la giornalista e blogger Mónica Oblitas, questo tasso di crescita è più del doppio di quello medio nazionale [sp].
12বিশেষজ্ঞরা পানির সংকট আর পানির মূল্য বৃদ্ধির ভবিষ্যৎবাণী করছেন, আর কিছু মানুষ ভবিষ্যৎবাণী করছেন যে পানি শীঘ্র রেশন করা হবে।Gli esperti prevedono interruzioni nella distribuzione dell'acqua e costi aggiuntivi per l'accesso alla stessa, e alcuni ritengono anzi imminente il razionamento dell'acqua [sp].
13অবসার্ভেদর গ্লোবাল (গ্লোবাল অবজার্ভার) এর এক দল এই এলাকায় ভবিষ্যৎে পানির ঘাটতির সম্ভাবনা নিয়ে ৬ অংশের একটা ভিডিও সিরিজ তৈরি করেছে।Il team di Observador Global [sp] ha prodotto un video in 6 parti riguardante gli effetti della scarsità d'acqua su questa regione [sp].
14বলিভিয়ার এল আল্টো শহরে স্থায়ী হন অভিবাসি আয়মারা গোত্রের লেকেরা, এদের অনেকেই প্রায় দরিদ্র পরিস্থিতিতে।La città dà rifugio agli emigranti delle comunità indigene Aymara dall'altopiano boliviano [it], che vivono a El Alto spesso in condizioni di povertà.
15ইন্ডিজিনাস বলিভিয়া ব্লগের ব্লগার ক্রিস্টিনা কুইসবার্ট অনেক বাসিন্দা খাওয়ার পানি নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেছেন:La blogger boliviana Cristina Quisbert descrive sul blog Indigenous Bolivia la situazione che molti residenti sono costretti ad affrontare in termini di accesso all'acqua potabile [in]:
16অন্যান্য পরিস্থিতি পানি পাওয়াকে কঠিন করে দিচ্ছে।Ci sono ulteriori condizioni che rendono difficile l'accesso all'acqua.
17অনেক মানুষ গ্রাম থেকে এল আল্টো শহরে আসেন আর যেখানে পারেন থেকে যান।Molte persone arrivano a El Alto dalle campagne e si stabiliscono dove possono.
18অর্থের অভাবে তারা এমন জায়গায় থাকে যেখানে না খাওয়ার পানি না পয়:নিষ্কাশন ব্যবস্থা আছে।Non avendo delle entrate, vivono in quartieri dove mancano acqua potabile e reti fognarie.
19কেউ কেউ তিন মিটার গভীর পর্যন্ত গর্ত খোঁড়ে পানির জন্য।Alcuni scavano delle fosse che devono essere profonde fino a 3 metri per riuscire a raggiungere la falda.
20নভেম্বরের দিকে, বৃষ্টির সময় শুরু হয় আর তখন পড়শীরা পানি সংগ্রহ করেন।Verso novembre comincia il periodo delle piogge e i residenti hanno una possibilità in più per raccogliere l'acqua.
21পরিশেষে পানির অভাব আর দারিদ্রের কারনে অনেক সময় অসুখ ছড়িয়ে পড়ে।Alla fine, la penuria d'acqua aggiunta ai livelli di povertà attuali comporta spesso delle malattie.
22এখানে বিভিন্ন জটিল পরিস্থিতি আছে।Ci sono situazioni diverse.
23আমার বাড়িতে পানি আছে কিন্তু আমার পড়শির বাড়িতে নেই।Io ho l'acqua potabile in casa, ma non così i miei vicini.
24এটা ওই পরিবারগুলোর জন্য গুরুতর সমস্যা।Si tratta di un problema serio per le famiglie.
25আমার ক্ষেত্রে, অন্যান্য পরিবারের সাথে আমি পানি ভাগ করে নেই।Nel mio caso, condivido l'acqua con un'altra famiglia.
26বাসিলিও আর জুয়ানার চারটা বাচ্চা আছে।Basilio e Juana hanno quattro figli.
27তারা ভাড়াটে।Sono in affitto.
28তারা যে বাড়িতে থাকে সেখানে খাওয়ার পানি নেই।La casa in cui vivono non è collegata all'acquedotto.
29যখনই তাদের লাগে তারা একটা পাইপ ব্যবহার করে আমার বাড়ি থেকে পানি সংগ্রহের জন্য আর মাস শেষে পানির বিল আমরা ভাগ করে নেই।Quando ne hanno bisogno, prendono l'acqua da casa mia con un tubo, e alla fine del mese dividiamo il costo della fattura da pagare.
30তবে, তুনি কোন্দোরিরি হিমবাহ কেবলমাত্র শহরে খাবার পানি সরবরাহ করে না, বরং এল আল্টোতে কৃষিকাজের জন্য মূল্যবান পানিও সরবরাহ করে।Peraltro il Tuni Condoriri non alimenta solo la rete idrica cittadina, ma rifornisce di acqua preziosa anche le coltivazioni dell'Altipiano.
31যদি জীবন ধারণের নিমিত্ত কৃষিকাজ পানির অভাবে কমে যায়, অনেক গ্রাম্য লোক এল আল্টোতে কাজের সন্ধানে আসবে।Se le attività agricole sostenibili diminuiranno a causa della penuria d'acqua, un numero sempre maggiore di contadini cercheranno opportunità a El Alto, dove si troveranno di fronte ad analoghe difficoltà a causa dell'accresciuta domanda di acqua.
32সেখানে তারা একই ধরনের পানির সংকটে পড়বে, আর চাহিদা বাড়িয়ে দেবে।Tre attivisti di 350.org salgono al ghiacciaio Chacaltaya in preparazione dell'evento globale del 24 ottobre. Foto riprodotta con licenza Creative Commons
33৩৫০. অর্গ কর্মীরা গত ২৪শে অক্টোবর বলিভিয়ার চাকাল্টায়া হিমবাহে উঠেছিলেন। ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।È soprattutto l'immagine simbolica e di grande visibilità del ghiacciaio Chacaltaya a riscuotere l'attenzione del governo locale e degli attivisti sul problema del cambiamento climatico in Bolivia occidentale.
34চাকাল্টায়া হিমবাহের উচ্চমানের ভাবমূর্তি স্থানীয় সরকারী কর্মকর্তাদের আর অন্যান্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছে বলিভিয়ার জলবায়ু পরিবর্তনের সমস্যার দিকে।Un recente evento locale associato alla campagna 350.org è stato diffuso su Facebook [sp], invitando i boliviani a fare un'escursione sul ghiacciaio Chacaltaya per osservare con i propri occhi gli effetti dell'effetto serra.
35সাম্প্রতিক স্থানীয় একটা অনুষ্ঠান যা ৩৫০.Infine Oblitas conclude ponendo una serie di domande [sp]:
36অর্গ প্রচারণার সাথে জড়িত তার বিজ্ঞাপন ফেসবুকে এসেছিল, যেখানে বলিভিয়ানদের আমন্ত্রণ করা হয়েছিল চাকাল্টায়া গ্লেসিয়ারে গিয়ে নিজে এর প্রভাব দেখে আসতে।Chacaltaya ya no está y pronto dejarán de existir otros glaciares, ¿está el país preparado para esas pérdidas?, ¿somos conscientes de la importancia de tomar un rol activo e inmediato contra el calentamiento?
37পরিশেষে, ওব্লিটাস নীচের প্রশ্ন দিয়ে শেষ করেছেন: চাকাল্টায়া আশেপাশে নেই আর শীঘ্র, অন্যান্য হিমবাহ আর থাকবে না।Para muchos, el cambio climático no es un fenómeno global y no creen sentirse afectados, pero lo cierto es que absolutamente todos estamos en riesgo y no todos podemos enfrentarlo en las mismas condiciones.
38দেশ কি এইসব ক্ষতির জন প্রস্তুত?La lucha continúa, aunque ya sea tarde para lugares como Chacaltaya.
39আমরা কি সতর্ক আছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কার্যকর আর দ্রুত কোন পদক্ষেপের জন্য?Il ghiacciaio del Chacaltaya non esiste più e presto altri ghiacciai cesseranno di esistere.
40অনেকের জন্য জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় না আর এর দ্বারা ক্ষতিগ্রস্ত মনে করেন না নিজেকে।Il Paese è preparato a queste perdite? Siamo consapevoli dell'importanza di assumere rapidamente un ruolo attivo contro il surriscaldamento globale?
41কিন্তু সত্যি সত্যি সকলেই বিপদের সম্মুখীন আর সকলে একই পরিস্থিতিতে এর মুখোমুখি হবেন না।Per molti, il cambiamento climatico non è un fenomeno globale e non si sentono coinvolti: invece siamo tutti a rischio, ma non tutti lo affrontiamo nelle medesime condizioni.
42সংগ্রাম চলছে যদিও চাকাল্টায়ার মতো স্থানের জন্য অনেক দেরী হয়ে গেছে।La battaglia continua, anche se è già troppo tardi per località come il Chacaltaya.