Sentence alignment for gv-ben-20131119-40048.xml (html) - gv-ita-20131117-87712.xml (html)

#benita
1ইয়েমেনিরা কাজের দিক-নির্দেশনা খুঁজছে: টেডএক্সসানা ২০১৩Yemen: nuovo ciclo di incontri per il TEDxSanaa 2013
2ইয়েমেনে দেরিতে হলেও টেডএক্সসানা'র ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।Sembra che TedxSanaa sia la sola cosa positiva ad aver luogo in Yemen ultimamente.
3তাই ইয়েমেনের অনেকেই এখন টেডএক্সসানা ২০১৩ শুরু হওয়ার জন্য যে অপেক্ষা করছেন, এতে অবাক হওয়ার কিছু নেই!Senza dubbio quindi, molti yemeniti aspettavano con impazienza l'avvio di una nuova serie di conferenze stimolanti al TedxSanaa 2013, per allontanare la propria attenzione da tutto il trambusto politico che tiene il paese in pugno.
4তারা রাজনীতি আর বিক্ষোভের আলাপ ছেড়ে ট্রেডএক্সসানার বক্তাদের আগ্রহ জাগানিয়া কথা শোনার জন্য বসে আছেন।Mentre il filo conduttore di gennaio fu “La speranza che sprona” [en, come gli altri link eccetto ove diversamente segnalato] il nuovo slogan è “Le azioni contano.”
5জানুয়ারি মাসে অনুষ্ঠিত টেডএক্সসানার থিম ছিল “ইনস্পায়ারিং হোপ” (আশার সঞ্চার করা)।Due mesi fa è stato pubblicato un video promozionale sul canale YouTube di TEDxSanaa per invitare la gente a partecipare e unirsi alla comunità dietro l'evento:
6আর এখনকার থিম হচ্ছে “অ্যাকশন ম্যাটারস” (কাজের গুরুত্ব)।Il tutto è iniziato il 13 novembre, con la presentazione di due brillanti giovani yemeniti - Sarah Al Zawraqi e Osamah Abdullah [ar].
7দুই মাস আগে টেডএক্সসানার ইউটিউব চ্যানেলে প্রচারণামূলক ভিডিও পোস্ট করা হয়েছে।
8সেখানে সবাইকে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এবং টেডএক্সসানা দলে যোগ দেয়ার আহবান করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে আজকে, ১৩ নভেম্বরে।Nel gruppo di novembre, rispetto a quello di gennaio, c'è una leggera prevalenza di partecipanti femminili: infatti dei 17 mirabili relatori sei sono donne, mentre nell'evento precedente le donne erano soltanto quattro su 19 relatori.
9উপস্থাপনা করবেন ইয়েমেনের জনপ্রিয় দুই তরুণ উপস্থাপক সারাহ আল জাওরাকি এবং ওসামাহ আবদুল্লাহ। নভেম্বরের প্যানেলে নারীদের অংশগ্রহণ আগের থেকে বেশি থাকছে।A parte uomini d'affari e imprenditori, la varietà di interlocutori selezionati include un docente di lingua inglese, uno sviluppatore di programmi per i media, un presentatore televisivo, un fotografo di strada, un regista, un consulente per le politiche pubbliche, un dentista, un giornalista/blogger e un cake designer.
10১৭ জন বক্তার মধ্যে নারী থাকছেন ৬ জন।
11এর আগে জানুয়ারির ১ তারিখে অনুষ্ঠিত ট্রেডএক্সসানার প্যানেলে ১৯ জনের মধ্যে নারী ছিলেন মাত্র ৪ জন।I nomi dei relatori e le relative fotografie sono pubblicate su Twitter [en,ar], e una breve biografia di ognuno si trova sulla pagina Facebook [en,ar]
12বক্তার তালিকায় ব্যবসায়ী থেকে শুরু করে ইংরেজি ভাষা শিক্ষক, মিডিয়া প্রোগ্রাম ডেভলপার, অনুষ্ঠান উপস্থাপক, চিত্রগ্রাহক, সিনেমা পরিচালক, নীতি-নির্ধারণী বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার, সাংবাদিক/ব্লগার, কেক ডিজাইনারও রয়েছেন।
13বক্তাদের নাম এবং ছবি টুইটারে পোস্ট করা হয়েছে।Sara Al-Zawqari e Osama Abdullah presentano TEDxSanaa 2013: Azione!
14আর ফেসবুকে তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে।
15সারাহ আল জাওরাকি এবং ওসামাহ আবদুল্লাহ টেডএক্সসানা ২০১৩ উপস্থাপনা করবেন। এই লিংকে অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।L'evento è stato trasmesso in diretta su questo link, e i singoli interventi saranno poi caricati presto sul canale YouTube di TEDxSanaa.