# | ben | ita |
---|
1 | রাশিয়া: অনলাইনের মাধ্যমে বন্যা দুর্গতদের সাহায্য ব্যবস্থাপনা | Russia: piattaforme online per coordinare gli aiuti agli alluvionati |
2 | কিউবান, রাশিয়ায় বন্যায় ৬৪০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, ৫০০০ বেশী আংশিকভাবে নিমজ্জিত। | Le alluvioni nel Kuban hanno completamente distrutto 640 case, e oltre 5.000 sono parzialmente sommerse. |
3 | রাশিয়ার অভ্যন্তরীণ দুর্যোগ কেন্দ্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, জুলাই ৮ পর্যন্ত ১৫০ জন মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে। | Secondo i dati del Centro di Crisi del Ministero degli Interni russo, la catastrofe naturale dell'8 luglio ha ucciso 150 persone. |
4 | মানবিক এই বিপর্যয়ের শুরু থেকে, গোটা রাশিয়া জুড়েই নাগরিকরা মানবিক সাহায্য সংগ্রহ করছে সেই সমস্ত আক্রান্ত জনগোষ্ঠীর জন্য, যাদের অবস্থা শোচনীয়। | Dal giorno della tragedia, i cittadini di tutta la Russia stanno raccogliendo aiuti umanitari per la popolazione colpita, la cui situazione rimane estremamente grave. |
5 | সবচেয়ে সক্রিয় অনলাইন সম্পদসমূহের সংক্ষিপ্ত তালিকা যারা এখন কিউবান দুর্গতদের সাহায্য সমন্বয় করছে। | Pubblichiamo un breve elenco delle risorse online più attive dove attualmente si coordinano gli aiuti per le vittime nel Kuban. |
6 | ক্রাইমিয়াতে বন্যা দুর্গতদের সাহায্য সমন্বয় এর মূল পাতা [রাশিয়ান] | Homepage del sito Coordination of Aid for Victims of Flooding in the Crimea [ru, come tutti gli altri link]. |
7 | এই পোর্টালটি সাম্প্রতিক সময়ের তথ্য প্রদান করছে: ছবি প্রতিবেদন, দুর্যোগ এলাকা থেকে প্রচার, মৃতদের তালিকা এবং মানবিক সাহায্য পৌঁছানোর উপাত্ত। | Su questo portale ci sono tutte le informazioni più aggiornate: report fotografici, trasmissioni dai luoghi del disastro, elenco delle vittime, dati relativi all'arrivo di aiuti umanitari. |
8 | বর্তমানে স্বেচ্ছাসেবকদের প্রকৃত কি ধরনের সাহায্য প্রয়োজন এবং সাহায্য প্রদানে ইচ্ছুক ব্যক্তিবর্গ দুর্গত এলাকায় যেতে পারেন, সে সম্পর্কে তথ্য প্রদান করছে। | Ci sono anche informazioni relative alla tipologia di aiuti di cui c'è più bisogno e sulle modalità per raggiungere le zone per dare una mano. |
9 | সতর্ক ঘণ্টা-জরুরী সাহায্যের মানচিত্র | Virtual Bell - L'atlante degli aiuti di emergenza |
10 | ক্রাসনোদার ক্রাই এ আক্রান্তদের ছোট মানচিত্র সতর্ক ঘণ্টায় [রাশিয়ান] যুক্ত করা হয়েছে। | Una nuova mini mappa è stata aggiunta al sito Virtual Bell per chi è stato colpito in Krasnodar Krai. |
11 | মানবিক সাহায্য প্রদানের কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট অনুরোধ ও প্রস্তাবনা সম্পর্কে সর্তক ঘণ্টার স্বেচ্ছাসেবকরা তথ্য সরবরাহ করছে। | I volontari di “Bell” hanno diffuso informazioni sui punti di raccolta degli aiuti umanitari, oltre a richieste mirate dei volontari. |
12 | আপনি যখন একবার rynda.org তে রেজিষ্ট্রেশন করবেন, তখন আপনি ক্রাইমিয়ান স্বেচ্ছাসেবক হিসাবে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তৈরী করতে পারবেন এবং ক্রাইমিয়াতে সাহায্যের বিষয়ে দিনে দুবার আপনি ইমেইলে নোটিশ পাবেন। | Una volta registrati su rynda.org, è possibile creare un profilo come “volontari” della Crimea” e ricevere notifiche via email, due volte al giorno, sulle nuove richieste di aiuto dalla Crimea. |
13 | Rynda.org এর ভার্চুয়াল মানচিত্রের ইন্টারফেস | L'interfaccia della mappa virtuale su Rynda.org |
14 | সব এলাকা থেকে সাহায্য জমা হতে শুরু করেছে। | Gli aiuti vengono raccolti in tutte le regioni. |
15 | চাহিদা ও সাহায্য কেন্দ্রের বিস্তারিত তথ্য একটি সামাজিক রাজনৈতিক সংগঠনের ওয়েবসাইট নভোসিভিরিস্কতে ”সংস্কার” এ পাবেন। | È possibile trovare informazioni molto dettagliate su quanto necessita e sui punti di raccolta sul sito web del movimento sociopolitico “REformation” di Novosibirsk. |
16 | “রিফর্মেশন” এর দৃশ্যমানচিত্র | Schermata di “REformation” |
17 | কিউবানে সাহায্যের মানচিত্র | Mappa degli aiuti nel Kuban |
18 | স্বেচ্ছাসেবক অথবা মানবিক সাহায্যের প্রয়োজন হলে, তা গণ উৎস অনলাইন মানচিত্রে বিন্দু যুক্ত করা সম্ভব। কিউবানে সাহায্য মানচিত্রের দৃশ্যমানচিত্র | Su questa mappa crowdsourcing ospitata su Ushaidi è possibile aggiungere punti in cui è necessario l'aiuto sia di volontari che umanitario. |
19 | মানবিক সাহায্য গ্রহণ কেন্দ্রের সংক্ষিপ্ত তথ্য বিবরণী | Schermata del crowdmapping a Kuban |
20 | এলেইনা পোপাভেই এর ব্লগ [রাশিয়ান] | Altri siti e spazi utili per gli aiuti umanitari |
21 | সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে: | [Articolo originale] |