# | ben | ita |
---|
1 | হাইতিঃ শিশুর ক্ষুধা নিবৃত্তির জন্য রিলিফ অন্বেষণ | Haiti: Aiuti per i bambini senza cibo Foto: Reasons not to Overeat, di BreezeDebris |
2 | আন্তর্জাতিক খাদ্য ঘাটতি ও সংকট ব্লগোস্ফিয়ারেও পদচারণা শুরু করেছে, এখন ভিডিওতে এর ব্যতিক্রম নেই। | La crisi dovuta alla carenza degli alimenti nel mondo sta facendo il giro della blogosfera, né mancano di certo i video sul tema. |
3 | হাইতিতে মানুষ জীবনধারণের জন্য নোংরা জিনিস খাচ্ছে এবং ক্ষুধার্ত শিশুদেরও খাওয়াবার পরিকল্পনা করছে। | Da Haiti: la popolazione, per sopravvivere, è costretta a mangiare la polvere e si lavora a un piano per sostenere i bambini denutriti. |
4 | আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হচ্ছে হাইতি, এবং ইদানিং কালে এই সঙ্কট শিরোনাম হবার পূর্ব থেকেই ক্ষুধা সেখানে গুরুত্বপূর্ণ বিষয়। | Haiti è il paese più povero del continente americano, per loro la fame ha rappresentato un problema anche prima che questa crisi facesse notizia. |
5 | (ছবি: ব্রিজডেব্রিজ এর রিজনস নট টু ওভার ইট থেকে) | |
6 | ইউটিউবে টডডিজিসঅ্যাপ একটি ভিডিওতে দেখান কিভাবে একটা পরিবারের সদস্যরা কাদা দিয়ে কেক তৈরী করছে; যা কেবল নিজেদের খাবার জন্যই নয়, বিক্রি করাও উদ্দেশ্য। | Su Youtube, toddgsapp ci mostra il video di una famiglia che prepara torte di fango, non solo per mangiare ma anche per poterle vendere. |
7 | অখাদ্য জিনিস সংক্ষেপিত করে ও লবণ দিয়ে তৈরি এই নোংরা কুকিস বা মাটির কেক কখনও তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। | Questi “biscotti di polvere” o “dolci di fango” sono fatti con terra, grassi vegetali e sale, e talvolta rappresentano il loro unico mezzo di sostentamento. |
8 | চিন্তার জন্য খাদ্য, তাই নয় কি? | Buoni spunti di riflessione, no? |
9 | যে কোন প্রকারেই হোক মনে হচ্ছে সমস্যা সম্বন্ধে সবাই অবগত, কিন্তু এমন মূল্যবান মানুষ ভীষণ দুর্লভ যারা সত্যিই তাদের জন্য কিছু করতে পারে। | Anche se sembra che la maggior parte delle persone siano consapevoli del problema, ci sono alcune cose preziose che è possibile fare. |
10 | লাভইনিটউইথহিম ক্ষুধার বিরুদ্ধে শিশুদের জন্য হাইতির খাদ্য সংকট-এর উপরে একটা ভিডিও আপলোড করেছেন যা আপনারা এখানে দেখতে পারেন: | Ecco poi questo video di Lovinitwithhim sulla crisi alimentare ad Haiti realizzato per il progetto Kids Against Hunger. |
11 | হাইতির “মেডস এন্ড ফুডস ফর চিলড্রেন (এমএফকে)” এর জন্য রবহিল প্রোডাকশনস এর সাম্প্রতিক টিভি ভিডিওতে আলোকপাত করা হয়েছে একটা বেসরকারী স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানে শিশুদের অপুষ্টি প্রতিরোধে সমাধান-প্রচেষ্টা ও পরীক্ষা। উচ্চশক্তিমান সম্পন্ন পীনাট বাটার পন্যের উপরে ভিত্তি করে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে যা অচিরেই শিশুদের মাঝে বিতরণ করা হবে। | Un altro video è questo su CurrentTV, realizzato da robhill_productions per l'organizzazione Meds Food for Kids (MFK) in Haiti, che offre una panoramica del lavoro svolto da una NGO che effettua attività di ricerca e sperimentazione sulle possibili soluzioni contro la malnutrizione dei bambini, centrato sulla realizzazione di un prodotto a base di burro di arachidi altamente energetico pronto all'uso per i bambini. |
12 | এই মান বর্ধিত পীনাট বাটারে রয়েছে চীনাবাদাম, গুড়াদুধ, চিনি, তেল, ভিটামিনস ও মিনারেলস। স্থানীয় কৃষকদের উৎপাদিত হাইতিয়ান চীনাবাদাম ব্যবহার করা হয়েছে এবং হাইতির অর্থনীতিকে সহায়তা করার জন্য অন্যান্য ব্যবহৃত দ্রব্যাদি স্থানীয় পর্যায়ে ক্রয় করা হয়েছে। | Ci viene riferito che questo “super” burro di arachidi contiene: latte in polvere, zucchero, olio, vitamine e minerali ed è prodotto localmente usando arachidi haitiane raccolte da agricoltori locali, così come per tutti gli altri componenti, consentendo in questo modo di aiutare l'economia del luogo. |
13 | এমএফকে জানিয়েছে স্থানীয়ভাবে মেডিকাল মাম্বা নামে পরিচিত শিশুর জীবন রক্ষাকারী এই থেরাপেটিক ফুডের একটি ডোজ তৈরি করতে ৬৮ ডলার খরচ হয়েছে। | Secondo l'MFK il costo per un'intera dose di cibo “terapeutico”, o come viene chiamato localmente Medikal Mamba, è pari a 68 dollari (€44,00), cifra sufficiente a ridare la vita ad un bambino. |