Sentence alignment for gv-ben-20120720-28642.xml (html) - gv-ita-20120717-63040.xml (html)

#benita
1সুদান: ব্লগারের বর্ণনায় জিজ্ঞাসাবাদের তিনটি দিনSudan: blogger racconta il suo arresto e i pesanti interrogatori
2এই পোস্টটি সুদানের বিদ্রোহ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ। সুদানী ব্লগার মাহা এলস্যানোসি সুদানে গ্রেপ্তার হওয়ার পর তাকে জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী'র (এনআইএসএস) জিজ্ঞাসাবাদের তিনটি দিন জীবন্তভাবে বর্ণনা করেছেন।La blogger sudanese Maha Elsanosi [en, come i link successivi, eccetto ove diversamente indicato] descrive in modo vivido i suoi tre giorni di interrogatorio presso l'Intelligence nazionale e i Servizi di Sicurezza (NISS), seguiti al suo arresto in Sudan.
3সুদানের গ্লোবাল ভয়েসেস অনলাইন লেখক মাহা তার অবশ্য-পাঠ্য পোস্টে স্মৃতিচারণ করেছেন:Nel suo post da leggere assolutamente, Maha, che scrive anche qui su Global Voices Online, racconta:
4আমার প্রথম আটকের সময় আমি ৪ঘন্টা মানসিক নির্যাতনের সম্মুখীন হই।Durante la mia prima detenzione, ho affrontato quattro ore di abusi emotivi.
5একজন প্রশ্নকর্তা আমাকে বলেন: “জানালাটির দিকে ভাল করে তাকান, এটাই হবে আপনার শেষ সূর্য দেখা।”Uno di quelli che mi interrogavano mi ha detto: “Da' un bello sguardo alla finestra, questa sarà l'ultima volta che vedrai il sole.”
6আরেকজন আমার ফাইলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বলেন যে আমাকে নারীদের নিঃসঙ্গ কারাগা্রে স্থানান্তর করা হবে।Un altro mi ha detto che sarei stata trasferita in una prigione senza nessuno, già solo guardando il mio fascicolo.
7এভাবে তাদেরকে আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে।Mi consideravano così pericolosa.
8মাহা সুদানী বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকদের গিরিফনা (যার অর্থ “আমরা বিরক্ত”) নামের একটি অহিংস প্রতিরোধ আন্দোলনের একজন সদস্যা।Maha è membro di Girifna [ar], un movimento di resistenza non violenta creato da laureati dell'università sudanese, e il cui nome si traduce con “siamo stufi.
9দলটি বলছে যে তাদের উদ্দেশ্য হলো সুদানকে শাসন করা ক্ষমতাসীন জাতীয় কংগ্রেস পার্টির পতন এবং তারা তাদের দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি জাতীয় আলোচ্যসূচির জন্যে একটি যৌথ স্বপ্ন বিনির্মাণের আশা করে।” il gruppo dichiara che il proprio obbiettivo è di rovesciare il National Congress Party al potere, che governa il Sudan, e spera di sviluppare una visione condivisa per un'agenda nazionale che farà avanzare il loro paese.
10তাদের টুইটার একাউন্টটি এখানে রয়েছে যা সুদানে চলমান বিপ্লব সম্পর্কে তথ্য ছড়িয়ে দেয়ার জন্যে ব্যবহৃত।Il loro account Twitter è disponibile qui, ed è usato per diffondere informazioni sulla situazione in Sudan.
11গত মাসে সরকার খরচ কমানো এবং অন্যান্য কৃচ্ছসাধনের পদক্ষেপের ঘোষণা দেয়ার পর থেকে সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভ শুরু হয়েছে। পরে ব্যবস্থা ঘোষণা।Le manifestazioni nella capitale sudanese Khartoum sono iniziate il mese scorso, dopo l'annuncio da parte del governo di tagli alla spesa e altre misure di austerity.
12আজ পর্যন্ত চলা এই বিক্ষোভগুলো কম প্রতিবেদিত, অন্যান্য দেশেরগুলোর মতো নয়।Diversamente da altri paesi, le proteste, che continuano ancora oggi, sono poco riportate.
13মাহাকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনটি কঠোরভাবে ১১ ঘন্টা ধরে চলে।Il secondo giorno di interrogatorio di Maha è durato undici estenuanti ore.
14তিনি সেগুলোর বর্ণনা দেন:Le descrive:
15আমাকে হুমকি, ব্ল্যাকমেইল, অপমান, মানসিকভাবে অপব্যবহার এবং মনস্তাত্বিক নির্যাতন করা হয়েছে।Ero minacciata, ricattata, insultata, abusata emotivamente e torturata psicologicamente.
16তাদের কাছে আমার ল্যাপটপ ছিল এবং তারা বলেছে তারা আমার সব ছবি পেয়েছে; তারা যদি মনে করে যে আমি কোনো ঝামেলা করছি তবে তারা সেগুলো ব্যবহার করবে।Avevano il mio laptop e mi dicevano di avere accesso a tutte le mie foto e che le avrebbero usate se avessero avuto sentore che stessi creando problemi.
17তারা আমাকে বলেছে যে সহজেই তারা আমাকে আমার চাকুরীটি খেয়ে দিতে পারে।Mi è stato anche detto che avrebbero potuto farmi facilmente perdere il lavoro.
18“আপনার ফোনে আপনার চমৎকার ছবি আছে”, তাদের একজন আমাকে বলেছে।“Hai belle foto nel tuo telefono”, mi ha detto un tizio.
19“আপনার অনেক অনুরাগী আছে,” তিনি আরো বলেন।“Hai molti ammiratori,” ha aggiunto.
20সেই লোকটি আমার ল্যাপটপে ছবিগুলো ঘঁটার সময় আমাকে এবং আমার শ্রেষ্ঠ বন্ধুর আলিঙ্গনরত একটা ছবি দেখে।Lo stesso tizio stava curiosando tra le foto nel mio laptop. Ha visto una foto di me e della mia migliore amica abbracciate.
21তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি একজন লেসবিয়ান কিনা।Poi mi ha chiesto se fossi lesbica.
22তার তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ চলে দুই ঘন্টা।Il suo terzo di interrogatorio è durato due ore.
23তাকে প্রশ্ন করার পরে, মাহা বলেছেন:Maha spiega che dopo le domande:
24তারা একটি বিবৃতিতে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করে যে আমি কোনো গিরিফনা কর্মকান্ডে অংশ নিবো না, উল্লেখ করা হয় যদি আমি সেটা করি, তবে নিরাপত্তা আইনে আমার বিচার করা যাবে।Mi hanno fatto firmare una dichiarazione in cui mi impegno a non prendere parte in alcuna attività del Girifna, aggiungendo che se lo facessi, sarei soggetta a processo secondo le leggi di sicurezza.
25তারা আমার পিতাকেও একই বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে।Hanno fatto firmare a mio padre la stessa dichiarazione.
26তারা আমাকে আমার ফোন এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে বলে যে “আরো তদন্তের” জন্যে তারা আমার ল্যাপটপ দু'টি রেখে দিবে।Mi hanno restituito il telefono e altri oggetti, ma hanno detto che si terranno i due laptop per “ulteriori indagini”.
27অল্প কিছুক্ষণ আগে আমি সেগুলো ফেরত চেয়েছি।Li ho reclamati poco fa.
28তিনি আমাদের আরো মনে করিয়ে দেন:E ricorda anche:
29কয়েক সপ্তাহ ধরে এখনো যারা আটক রয়েছেন তারা হলেন এবছরের শুরুর দিকে গ্রেপ্তার হওয়া বোশি, বিশিষ্ট নাগরিক সাংবাদিক এবং টুইটারের ক্ষুদে ব্যক্তিত্ব উসামাহ আলি, গিরিফনা সদস্য মোহামেদ ইজেলদেন এবং রাশিদা শামসেলদিনসহ আরো অনেকে।Tra quelli ancora sotto detenzione da settimane ci sono Boshi, arrestato all'inizio dell'anno, Usamah Ali, un giornalista cittadino di spicco e una piccola celebrità di Twitter; i membri di Girifna Mohamed Izzelden [ar] e Rashida Shamseldin e tanti, tanti altri.
30তাদের সবাই নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন।Sono tutti a rischio tortura.
31তারা সুদানকে মুক্ত করার জন্যে তাদের স্বাধীনতাকে উৎসর্গ করেছেন।Hanno sacrificato le loro libertà in nome di un Sudan libero.
32মোহামেদ ইজেলদেন তার অব্যবহিত পর মুক্তি পেয়েছেন।Mohamed Izzelden è stata poi rilasciato.