# | ben | ita |
---|
1 | ইরান: সবুজ আন্দোলন আবারো বিরোধিতা করলো শাসকদের | Iran: video delle nuove proteste del Movimento Verde |
2 | ইরানের প্রতিবাদী সবুজ আন্দোলন গত ৪ঠা নভেম্বর (১৩ই আবান) এক বিশাল পথ বিক্ষোভের আয়োজন করে। একই দিনে তেহরানের আমেরিকান দূতাবাসের দখলের ৩০ তম বার্ষিকী উদযাপনের জন্য আয়োজন করা সরকারী র্যালির সুযোগ নিয়ে এটি অনুষ্ঠিত হয়। | In Iran il Movimento Verde di opposizione ha organizzato [in] nuove proteste di massa per le strade il 4 novembre (il 13mo del mese di Aban), approfittando dei raduni ufficiali tenutisi lo stesso giorno per segnare il trentesimo anniversario dell'occupazione dell'ambasciata americana a Teheran. |
3 | বিরোধীদের এই বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর জোরদার দমনের মুখোমুখি হয়। | Le proteste dell'opposizione sono state accolte da una violenta reazione da parte delle forze di sicurezza. |
4 | যেমন আশা করা হচ্ছিল, ইরানের নাগরিক মিডিয়া ‘ইতিহাসকে' আবার তাদের মোবাইল ফোনে ধারণ করেন। | Come previsto, i citizen media iraniani hanno video-registrato la “storia” sui telefoni cellulari. |
5 | সেইরকম কয়েকটি ভিডিও এখানে দেয়া হল। তেহরানে বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিকে পদদলিত করেন, যে কাজ কয়েক মাস আগেও অচিন্তনীয় ছিল। | I dimostranti a Tehran hanno calpestato un ritratto del capo supremo del Paese, l'Ayatollah Ali Khamenei, un gesto che sarebbe stato inimmaginabile appena qualche mese fa. |
6 | ওবামাকে একটা বার্তা: আপনি হয় আমাদের সাথে বা ওদের সাথে। | Un messaggio per Obama: O con noi o con loro. |
7 | লোকের মাঝখানে বিরোধী নেতা মেহদি কারাওবি। | Mehdi Karoubi, un leader dell'opposizione, tra la gente: |
8 | নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আক্রমণ করছে। | Le forze di sicurezza attaccano i dimostranti: |