# | ben | ita |
---|
1 | তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহত | Turchia: repressioni contro i curdi nelle celebrazioni del Nawruz |
2 | কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। | La popolazione curda rappresenta in Turchia il maggior gruppo etnico, raggiungendo il 20% della popolazione totale, ovvero quasi 20 milioni di persone. |
3 | তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার। | Ciò nonostante continuano a essere vittime della discriminazione razziale (sancita dalla legge) e della violazione dei diritti umani. |
4 | আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়। | Oggi a Yüksekova, nella provincia turca di Hakkari, i curdi sono stati attaccati dalla polizia mentre si riunivano per celebrare il Nawruz [it], il capodanno curdo (21 marzo). |
5 | আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়। | Il politico Ahmed Turk è dovuto ricorrere alle cure dell'ospedale e un 32enne Alaattin Okan è stato colpito da una bomboletta di gas lacrimogeno, a Batman. |
6 | দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি। | Questa mattina due importanti siti web curdi sono stati resi inaccessibili e per questo motivo non hanno potuto aggiornare le notizie sugli scontri. |
7 | তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে। | L'informazione mainstream ha trascurato la vicenda, motivo per cui gli attivisti locali si sono dati da fare sui social network per rendere nota la situazione. |
8 | বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। | Faruk Arhan, giornalista del notiziario Bianet [tr] carica su Twitter una foto che mostra una donna curda attaccata dalla polizia turca: |
9 | ইউকসেকোভা | Yüksekova |
10 | ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়। | Yekbun Alp scrive su Twitter che un membro curdo del parlamento nazionale è stato arrestato durante gli scontri tra la polizia antisommossa e i cittadini che celebravano il Nawruz: |
11 | @ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে। | @YekbunAlp [en]: la polizia ha arrestato anche il parlamentare Özdal Ücer, facendo irruzione nella casa di una famiglia di Cizre, dove era ospite. |
12 | আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। | Un altro attivista curdo rilancia questa foto, dove si vede la polizia che lancia gas lacrimogeni e giovani curdi che rispondono con lancio di sassi, presi dalla rabbia e dalla frustrazione di non poter festeggiare il capodanno senza subire attacchi dalla polizia: |
13 | ছবি: @কুজুলকুর্ত | Foto di @quzzulqurt |
14 | কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক। | Hawri Tofik, dalla Svezia, si associa all'ira degli attivisti locali per la brutalità usata dalle autorità, e scrive su Twitter: |
15 | তিনি টুইট করেছেন: | @iirwaH [en]: Davvero, non capisco. |
16 | @ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ? | Perché è un crimine festeggiare il Nawruz? |
17 | আরো কত কুর্দী আহত/নিহত হবে? | Quanti curdi dovranno ancora rimanere feriti o morire? |
18 | জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে: | Jiyan Azadi mostra quest'altra foto che testimonia l'attacco della polizia contro le decine di centinaia di persone radunatesi a Yüksekova: |
19 | ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদী | Foto di @jiyanazadi |
20 | ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন: | Anche da Londra arrivano dei commenti. Meltem Ay scrive: |
21 | @জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল! | @jin_jiyan_azadi [en]: Ma quanto è stupido tutto ciò da parte dei turchi! |
22 | স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র! | Metodi dittatoriali e oppressivi non faranno che unire sempre più il popolo curdo e renderli ancora più forti! |
23 | ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট। | Il sito della Alliance For Kurdish Rights [en] propone molte foto che testimoniano la brutalità della polizia turca, mentre lancia gas lacrimogeni e spara acqua sui manifestanti nel distretto di Yüksekova. |