# | ben | ita |
---|
1 | বলিভিয়া: লা পাজে তেজস্ক্রিয় ইউরেনিয়াম আটক? | Bolivia: sequestro di uranio a La Paz? |
2 | ২৮শে আগস্ট, ২০১২ তারিখে বলিভিয় কর্তৃপক্ষ কয়েকটি কূটনৈতিক অফিসের কাছাকাছি লা পাজের কেন্দ্রীয় এলাকার একটি সম্পত্তি থেকে কোন রকম নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দুই টন কঠিন উপাদান - সম্ভবতঃ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় খনিজ পদার্থ - স্থানান্তর করার সময় আটক করে। | Il 28 agosto le autorità boliviane hanno sequestrato due tonnellate di materiale, presumibilmente uranio o minerali radioattivi, trasportati senza nessuna precauzione da una proprietà del centro di La Paz nelle vicinanze di varie sedi diplomatiche. |
3 | পুলিশের বিশেষ ইউনিটের পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন সরকারের মন্ত্রী কার্লোস রোমেরো। | |
4 | পরবর্তীতে জনাব রোমেরো জানিয়েছেন [স্প্যানিশ ভাষায়] যে ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশ্লেষণে উপাদানটি “তেজস্ক্রিয় নয়। | Il primo ministro Carlos Romero ha diretto l'operazione, portata a termine dalle unità speciali della polizia. |
5 | এটা কোনো [স্বাস্থ্য] ঝুঁকি সৃষ্টি করবে না” প্রমাণিত হয়। তবে রোমেরো ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিষেবা সের্ঘিওটেকমিন [স্প্যানিশ ভাষায়] এবং বলিভিয় বিজ্ঞান ও নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে আরো তদন্তের কথাও ঘোষণা করেছেন [স্প্যানিশ ভাষায়]। | Più tardi il ministro Romero ha reso noto [es, come per tutti gli altri link eccetto dove diversamente indicato] che le prove e le analisi compiute dal laboratorio hanno determinato che il materiale “non è radioattivo. |
6 | উপাদানগুলোর সম্ভাব্য তেজস্ক্রিয়তার বিষয়টি এখনো অস্পষ্ট। | Non produrrà nessuna conseguenza dannosa [per la salute]”. |
7 | মূলধারার মিডিয়া বিষয়টি সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন প্রদান করে এবং সেটা সারাদিন ধরে প্রচার করে। #ইউরেনিও হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মিডিয়া সাইটে উদ্বেগ এবং বিদ্রূপাত্মক সহ নানা ধরনের মতামত প্রকাশিত হয়। | In ogni caso Romero ha anche annunciato che il Servizio Nazionale di geologia e tecnica delle miniere Sergeotecmin e l' Istituto Boliviano di Scienza e Tecnologia nucleare continueranno le indagini dato che rimane ancora da chiarire la potenziale radioattività del materiale. |
8 | ২৮শে আগস্ট তারিখে পুলিশ লা পাজের সোপোকাচিতে ২টন ইউরেনিয়াম বাজেয়াপ্ত করেছে। | La polizia sequestra due tonnellate di presunto uranio a Sopocachi, La Paz, il 28 di agosto. |
9 | টুইটার ব্যবহারকারী @পাহিনা _সিয়েতে'র টুইটপিকের মাধ্যমে ছবিটি ভাগাভাগি করা হয়েছে | Foto su Twitpic di @pagina_siete |
10 | ব্লগার এবং সাংবাদিক আন্দ্রেজ গোমেজ ভেলা তার টুইটার অ্যাকাউন্টের (@আন্দ্রেসগোমেজউভে) মাধ্যমে মন্তব্য [স্প্যানিশ ভাষায়] করেছেন: | Le testate mainstream hanno diffuso immediatamente la notizia e per tutta la giornata hanno trasmesso diversi servizi sul tema. |
11 | @আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: মনে রাখবেন বলিভিয়া ইউরেনিয়াম উৎপাদন করে না। | Anche in Rete sono emerse domande e commenti tra cui quelli ironici con l'etichetta #uranio. |
12 | (তাহলে) এই বিশাল চালান কোথা থেকে এসেছে? | Il giornalista e blogger Andres Gómez Vela commenta su Twitter (@andrsgomezv): |
13 | এটা হয়তো অন্য আরেকটি দেশে ট্রানজিটের জন্যে এসেছিল, বলছেন উপ-মন্ত্রী পেরেজ। | @andrsgomezv: Attenzione, la Bolivia non produce #uranio, da dove è venuto fuori? |
14 | তাছাড়া, নেটাগরিকরা প্রথমতঃ অনিরাপদভাবে এধরনের সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করা নিয়ে সমালোচনা করেছে। | Può darsi fosse di passaggio verso un altro Paese, dice il Viceministro Pérez. |
15 | সমস্যাটির ব্যাপারে প্রথমদিকে ফের্ণান্দা সান মার্টিন (@ফের_সানমার্তিন) [স্প্যানিশ ভাষায়] এর মন্তব্য করা একটি টুইট ব্লগার ও টুইটার ব্যবহারকারী মারিও দুরানের (@এমেদুরাঞ্চ) [স্প্যানিশ ভাষায়] একটি তাৎক্ষণিক জবাব উস্কে দিয়েছে: | I commenti riguardano anche il modo poco professionale con cui inizialmente è stato maneggiato materiale potenzialmente radioattivo. Un sintetico tweet di Fernanda San Martin (@Fer_SanMartin) provoca l'immediata risposta di Mario Duran (@mrduranch): |
16 | @এমেদুরাঞ্চ [স্প্যানিশ ভাষায়]: @ফের_সানমার্তিন উৎস? | @mrduranch: @Fer_SanMartin e la fonte? |
17 | #ইউরেনিও (ইউরেনিয়াম)? সেসব উপাদান সীসা আবৃত কন্টেইনারে নাড়াচাড়া করতে হবে, এটা (এভাবে নাড়াচাড়া করা) বিপজ্জনক। | #uranio Questo materiale dovrebbe essere maneggiato mantenendolo chiuso in un recipiente di piombo, è pericoloso. |
18 | এছাড়াও আন্দ্রেজ গোমেজ ভেলা (@আন্দ্রেসগোমেজউভে) [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন: | Andres Gómez Vela (@AndrsGomezV) riflette: |
19 | @আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: কেউ কেউ সন্দেহ করছে #ইউরেনিও: এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ পরীক্ষা বা প্রত্যায়িত করেনি এটা তেজস্ক্রিয় কিনা। | @AndrsGomezV: Qualche domanda #uranio: fino ad ora nessun esperto l'ha visto né l'ha certificato. |
20 | এটা যদি (তেজষ্ক্রিয় না হয়ে) বালুই হবে তাহলে কেন এভাবে স্থানান্তরিত হচ্ছিল? | Se era poi così radioattivo perchè lo trasportavano come se fosse sabbia ? |
21 | রেনান হুস্টিনিয়ানো (@রেনানহুস্টিনিয়ানো) [স্প্যানিশ ভাষায়] উপসংহার টেনেছেন: | Renan Justiniano (@renanjustiniano) conclude: |
22 | @রেনানহুস্টিনিয়ানো [স্প্যানিশ ভাষায়]: গতকাল পাওয়া খণিজটি যদি #ইউরেনিয়া (ইউরেনিয়াম) তাহলে তাদের প্রথমে গণমাধ্যমকে না ডেকে সেটা তেজস্ক্রিয় কিনা যাচাই করা উচিৎ ছিল! | @renanjustiniano: Se il minerale trovato ieri è #uranio la prima cosa da fare era verificare se fosse radioattivo e non chiamare la stampa ! |
23 | #বলিভিয়া | #bolivia |
24 | লা পাজে আটককৃত খনিজ পদার্থের প্রকৃতি এবং তেজস্ক্রিয়তার তদন্ত এখনো চলছে। | Le indagini sulla natura e la radioattività dei minerali sequestrati a La Paz sono tuttora in corso. |