Sentence alignment for gv-ben-20130909-38815.xml (html) - gv-ita-20130914-84901.xml (html)

#benita
1রাতের খাবার হিসেবে শেষ পরিনতি বরণ করল মিশরের #স্পাইডাকEgitto: l'anatra-spia finisce in tavola
2মেনেসের মতো দেখতে একটি সাদা সারস পাখি।Una cicogna bianca simile a Menes.
3ছবিঃ উইকিমিডিয়া কমন্স, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২.Fotografia tratta da Wikimedia Commons, utilizzata con licenza Creative Commons Attribution 2.0 Generic.
4০ জেনেরিক লাইসেন্সের অধীনে ব্যবহৃত। মিশরে গুপ্তচরবৃত্তির জন্য ষড়যন্ত্র করে ফাঁসানো এবং গ্রেফতারকৃত হাঁস হিসেবে অভিযুক্ত সারস পাখিটির জীবনবসান ঘটেছে।In Egitto, una cicogna scambiata per un'anatra, accusata di spionaggio [en, come tutti i link successivi] e arrestata, è diventata il pasto di una famiglia egiziana.
5একটি মিশরীয় পরিবারের রাতের খাবার টেবিলে খাবার হিসেবে পাখিটির জীবনের পরিসমাপ্তি ঘটে।Il 31 agosto si era diffusa la notizia che l'Egitto aveva arrestato un'anatra-spia con un oggetto sospetto attaccato alle penne.
6একটা গুপ্তচর হাঁসকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ৩১ আগস্ট তারিখে মিশরে খবর ছড়িয়ে পড়ে।
7এর পালকের সাথে সংযুক্ত অবস্থায় একটি সন্দেহজনক যন্ত্র পাওয়া যায়। পরে জানা যায়, হাঁসেটি আসলে একটি সারস পাখি ছিল, যার নাম মেনেস।Successivamente, è emerso che l'anatra era una cicogna chiamata Menes e che l'oggetto era un localizzatore usato per motivi di ricerca.
8একটি গবেষণার কাজে ব্যবহারের জন্য পাখিটির শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।Il 4 settembre Mostafa Hussein aveva annunciato la liberazione della cicogna ingiustamente accusata:
9৪ ঠা সেপ্টেম্বর তারিখে মোস্তফা হুসেন ঘোষণা করেন: “ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে”ঃ
10ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে।La cicogna ingiustamente accusata è tornata in libertà.
11তবে মজার অবস্থাটি খুব সংক্ষিপ্ত ছিলো।L'euforia è durata poco.
12মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেনঃLa blogger egiziana Zeinobia scrive:
13এটি ভাগ্য না কি তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে নীল নদের তীরে মেনেসের গল্প অত্যন্ত দু:খজনক।Non so se sia stata colpa del destino o di qualcos'altro, ma mi sembra che la storia di Menes nella terra del Nilo sia estremamente triste.
14গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হওয়া এবং মিশরীয়র হাতে এক দিন আটক থাকার পর, তাঁরা এটাকে মুক্ত করে দিল পাখিটির শেষ পরিণতি দেখার জন্য !Dopo essere stata accusata di spionaggio e aver trascorso un giorno in un carcere egiziano, è stata lasciata libera di volare in un'area protetta solo per fare una brutta fine!!
15দক্ষিণে একটি মিশরীয় নুবিয়ান পরিবার পাখিটিকে শিকাড় করে এবং খেয়ে ফেলে !!!È stata cacciata e mangiata da una famiglia nubiana dell'Egitto meridionale!!!
16মিশরের নেচার কনজারভেশন সোসাইটি ফেসবুকে লিখেছেঃSu Facebook la Società Egiziana per la Tutela della Natura ha aggiunto:
17দুঃসংবাদঃ মেনেস নামের সাদা রঙের সারস পাখিটিকে হত্যা করা হয়েছে।Triste notizia: Menes, la cicogna bianca, è stata uccisa.
18বেশ কয়েক দিন আগে সালুঘা এবং গাযালের সুরক্ষিত এলাকার মধ্যে নিরাপদে মুক্তি দেয়ার পর, নিকটস্থ নীল নদের তীরে মেনেস উড়ে যায়। সেখানে পাখিটিকে বন্দী করার পর হত্যা করা হয়।Dopo essere stata liberata nell'area protetta di Salugah & Ghazal diversi giorni fa, Menes ha spiccato il volo verso un'isola del Nilo vicina, dove è stata catturata e uccisa per essere mangiata dagli abitanti locali.
19সেটি স্থানীয় গ্রামবাসীদের দ্বারা খাওয়া হবে।
20পোস্টটি ব্যাখ্যা করেছেঃIl post spiega:
21হাজার হাজার বছর ধরে নুবিয়ান খাদ্যের অংশ হয়ে আছে সারস পাখি। তাই সারস পাখি খাওয়ার ঘটনাটি একেবারে নতুন কিছু নয়।Le cicogne fanno parte della dieta nubiana da migliaia di anni e quindi mangiarne una non è un fatto eccezionale.
22যাইহোক, মিশর থেকে প্রস্থান পর্যন্ত পাখিটিকে নিরাপদ রাখার জন্য ক্ষণজন্মা মেনেসের মুক্তির সাফল্যের গল্পই যথেষ্ট ছিল না।Ciò nonostante, la bella e breve storia della liberazione di Menes non è bastata per tenerla al sicuro prima che lasciasse l'Egitto.
23এবং সমস্যাটি আরও বড় - আরও জটিল:La questione è più vasta e molto complicata:
24অনিয়ন্ত্রিত পাখি শিকাড় মিশরের দীর্ঘদিনের সমস্যা।L'Egitto è stato afflitto a lungo dalla questione della caccia incontrollata.
25যাইহোক, প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের সাথে স্থানীয় চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ।Tuttavia, è sempre importante bilanciare le esigenze delle comunità locali e quelle della conservazione della natura e della biodiversità.
26পোস্টটি উপসংহারে বলেছে:Il post conclude:
27এই অঞ্চলের উন্নতির জন্য এখনও দীর্ঘ পথ পারি দিতে হবে। বিশেষভাবে, পাখি শিকারে এবং পরিযায়ী পাখির ক্ষেত্রে সচেতনতা তৈরিতে।L'intera regione ha molti obiettivi da raggiungere tra cui quello di una maggiore sensibilizzazione riguardo la caccia e gli uccelli migratori.