# | ben | ita |
---|
1 | ফেব্রুয়ারী ১১: ব্যাপক নজরদারীকে না বলছে ইন্টারনেট | 11 febbraio: Internet dice NO alla sorveglianza di massa |
2 | ফ্লিকার থেকে কার্টুন ডোনা ইলডল এর। ওয়েব উই ওয়ান্ট (সিসি- বাই এসএ ২. | Vignetta di Doaa Eladl via Flickr, “Web We Want” (CC BY-SA 2.0) |
3 | ০) নাইজেরিয়ার নতুন সাইবার ক্রাইম আইন হয়ত আর্থিক প্রতারণা কমাতে সহায়তা করবে - কিন্তু এটি সমালোচনা বন্ধ করাতেও ব্যবহার হতে পারে। | Le norme sui cyber-reati approvate recentemente in Nigeria mirano a prevenire le frodi finanziarie ma potrebbero essere usate anche per mettere il bavaglio a chi critica il governo. |
4 | আর্জেন্টিনার কর্তৃপক্ষ নাগরিকদের ডিএনএর রেকর্ড তৈরি, তাদের চোখের মনির তথ্য এবং তাদের হাঁটাচলার তথ্য সংগ্রহে ব্যস্ত। | Le autorità argentine stanno raccogliendo dati per la mappatura del DNA dei cittadini, inclusi il colore degli occhi e il modo di camminare. |
5 | তিউনিশিয়ার সক্রিয় কর্মীরা ভয় পাচ্ছে যে দেশটির নতুন প্রযুক্তি ও টেলিযোগাযোগ এজেন্সি নতুন করে ব্যপক নজরদারি শুরু করতে পারে। | Gli attivisti tunisini temono che la neo agenzia per le telecomunicazioni possa lanciare una nuova era di sorveglianza diffusa. |
6 | এটি বলার অপেক্ষা রাখে না যে ব্যপক সরকারি নজরদারি একটি বৈশ্বিক সমস্যা। | Non ci sono dubbi: la sorveglianza di massa da parte dei governi è un problema globale. |
7 | আগামি ফ্রেব্রুয়ারী ১১, ২০১৪ তারিখে সাধারণ মানুষ, সুধী সমাজ, এবং হাজারো ওয়েবসাইট একসাথে নজরদারির বিরুদ্ধে দাড়াবে। | Motivo per cui martedì 11 febbraio, cittadini, organizzazioni della società civile e migliaia di siti web daranno vita a una giornata di mobilitazione in ogni parte del mondo. |
8 | যে কেউ, বিশ্বের যে কোন জায়গা থেকে এতে অংশ নিতে পারবে - আপনারা রাজপথে আসুন বা অনলাইনে, যে কোন ভাবে। | Siamo tutti invitati a partecipare, nelle strade o sul web. |
9 | মানুষের উপর নজরদারির কার্যগুলো আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে লংঘন করে এবং আমাদের মত প্রকাশের ও স্বাধীনভাবে মেশার স্বাধীনতাকে খর্ব করে। | I programmi di sorveglianza di massa violano il diritto alla privacy individuale e limitano il diritto alla libertà di associazione e di associazione. |
10 | তারা বৈশ্বিক ইন্টারনেটের উন্মুক্ততা এবং স্বাধীনতার ক্ষতি করে এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধের বিপক্ষে যায়। | Restringono la libertà e la circolazione per internet a livello globale e vanno contro ai valori della democrazia. |
11 | গত বছর জুনে এডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকার কর্তৃক গুপ্ত তথ্য সংগ্রহের ব্যাপারটি উন্মোচনের পরে তা সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেয়। | I documenti diffusi nel giugno scorso da Edward Snowden hanno portato alla luce decine di estesi programmi di raccolta dati, provocando effetti di ampia portata in ogni parte del globo. |
12 | যদিও স্নোডেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে মার্কিন সরকারের গুপ্তচরবৃত্তির খবর ছড়িয়েছে, এই ঘটনাটি সারা বিশ্বে ঘটা নজরদারির উপর বিতর্ককে নতুন করে উস্কিয়েছে। আপনারা অংশ নিতে চান? | Ma oltre a evidenziare le violazioni della privacy perseguite dal governo Usa, le rivelazioni di Snowden hanno avuto anche il merito di rilanciare il dibattito generale sulla sorveglianza e sulla privacy, come nei casi menzionati all'inizio. |
13 | এখানে বলা আছে কিভাবে যোগ দেবেন: আপনারাও যোগ দিন | È importante per tutti dare una mano e coinvolgersi. |
14 | বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল প্রতিবাদের আয়োজন করেছে, কেউ আয়োজন করেছে হ্যাকাথন বা অনলাইন প্রচারণা। | Sono previste proteste e manifestazioni a livello locale, oltre a hackathon e campagne online. I link che seguono offrono una panoramica sulle iniziative programmate nei vari Paesi. |
15 | আপনাদের কাছে ধারে কি হচ্ছে তা লক্ষ্য করুন: | Argentina • Australia • Austria • Brasil • Canada • Colombia • Deutschland • France |
16 | আর্জেন্টিনা • অস্ট্রেলিয়া • অস্ট্রিয়া • ব্রাজিল • কানাডা • কলম্বিয়া • জার্মানি • ফ্রান্স • ভারত • মেক্সিকো | |
17 | নেদারল্যান্ড • পেরু • পোল্যান্ড • বেলগ্রেড • থাইল্যান্ড • উগান্ডা • যুক্তরাজ্য • যুক্তরাষ্ট্র | |
18 | আপনার দেশকে দেখছেন না? | India • Mexico • Nederland • Peru • Polska • Србија • ประเทศไทย • Uganda |
19 | আপনারা অংশীদার বা এখানকার বিষয়বস্তু ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব প্রচারণার জন্য। | |
20 | জিভি অ্যাডভোকেসীর নজরদারী পাতায় গ্লোবাল ভয়েসেস কমিউনিটির পোস্টগুলো পড়ুন সারা বিশ্বের পরিস্থিতি জানার জন্যে। | |
21 | আপনারা সহায়তা করুন | United Kingdom • United States |
22 | অনুগ্রহ করে ১১ই ফেব্রুয়ারীর প্রচারণাতে একাত্মতা প্রকাশ করুন! আপনাদের ওয়েবসাইটে একটি ব্যানার যোগ করুন। | Altri dettagli e materiali per la diffusione online sono disponibili sui siti partner dell'iniziativa, mentre un'apposita pagina con altri post è attiva su Global Voices Advocacy. |
23 | সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এই বার্তাটি, অথবা একটি চমৎকার কার্টুন (এখানে যেমন দেখা যাচ্ছে)। যে দিন আমরা ঘুরে দাড়াব - ব্যানার অ্যালেক পার্কিন্সের আঁকা এবং উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে প্রকাশিত | In solidarietà con questa campagna internazionale, vi invitiamo a pubblicare un banner sul vostro blog o sito web un banner o una delle vignette (vedi sotto), oltre che a far girare il messaggio nei vostri contatti sui social media. |
24 | কার্টুন এঁকেছেন স্পেকটেরো ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২. | The Day We Fight Back banner, by Alec Perkins via Wikimedia Commons, (CC BY-4. |
25 | ০) কার্টুন এঁকেছেন দোয়া ইলাডল ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২. | 0) Vignetta di Xpectro via Flickr, “Web We Want” (CC BY-SA 2.0) |
26 | ০) বিশ্বব্যাপী যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে করা নীতিগুলোতে হ্যা বলুন | Vignetta di Doaa Eladl & “Web We Want” via Flickr (CC BY-SA 2.0) |
27 | বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের দ্বারা বানানো আন্তর্জাতিক যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে ১৩টি নীতিতে স্বাক্ষর করুন। | Diciamo SI ai principi sulla sorveglianza delle comunicazioni globali Firmiamo il documento contenente i Tredici principi sulla sorveglianza delle comunicazioni globali, stilato da esperti nell'ambiti dei diritti umani di vari Paesi. |
28 | ডিজিটাল নাগরিকের ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষার্থে আন্তর্জাতিক সুধীসমাজের উদ্যোগের মূলে রয়েছে এই ১৩টি নীতি। এগুলো বিভিন্ন সরকারকে দিকনির্দেশনা দেয় যে মানবাধিকার রক্ষায় কোন কোন বিষয়ে কাজ করতে হবে। | Questi principi sintetizzano l'impegno internazionale a tutela del diritto alla privacy per tutti i cittadini digitali: un preciso elenco di linee-guida che i governi nazionali sono chiamati a rispettare in tema di diritti umani nei loro programmi di sorveglianza. |
29 | পড়ুন এবং সই করুন নীচের যে কোন ভাষায়: | Leggi e firma il documento in una della seguenti lingue: |
30 | Русский • Español • Hrvatski • Македонски • Shqip • Polski • Čeština • Svenska • Nederlands | Русский • Español • Hrvatski • Македонски • Shqip • Polski • Čeština • Svenska • Nederlands |
31 | Français • हिन्दी • العربية • Italiano • Ελληνικά • Română • Slovenčina • Eesti • Slovenščina • Dansk | Français • हिन्दी • العربية • Italiano • Ελληνικά • Română • Slovenčina • Eesti • Slovenščina • Dansk |
32 | Magyar • Suomi • Deutsch • فارسی • Български • Latviešu • Lietuvių • Português • Quechua | Magyar • Suomi • Deutsch • فارسی • Български • Latviešu • Lietuvių • Português • Quechua |
33 | 繁體中文 • Tiếng Việt • 한국어 • Українська • ภาษาไทย • اردو | 繁體中文 • Tiếng Việt • 한국어 • Українська • ภาษาไทย • اردو |
34 | নীতিগুলোর প্রতি আপনার একাত্মতা প্রকাশ করুন ব্যানার বা ব্যাজের মাধ্যমে। | E ricordati di mostrare il tuo sostegno a questi principi con un banner o un badge/a> sul tuo blog. Grazie mille! |