# | ben | ita |
---|
1 | ব্রেকিং বর্ডার্স পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা | Summit di GV 2010: ecco i vincitori del <em>Breaking Borders Award</em> |
2 | ইন্টারনেটে মুক্ত মত প্রকাশের জন্য যারা কাজ করছেন তাদের সম্মান জানানোর জন্য, গুগল আর গ্লোবাল ভয়েসেস ঘোষণা করেছে ব্রেকিং বর্ডার্স পুরস্কারের প্রথম বিজয়ীদের নাম। | Rendendo onore a chi opera per promuovere la libertà di espressione su Internet, Google [in, come tutti gli altri link] e Global Voices hanno annunciato al Summit di Santiago i vincitori della prima edizione del Breaking Borders Award. |
3 | থমসন রয়টার্স দ্বারা সমর্থিত এই পুরষ্কার ব্যক্তি বা দলগত প্রচেষ্টার সেই সব ওয়েব প্রকল্পকে সমর্থন করে যারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রকাশের স্বাধীনতা তুলে ধরার ক্ষেত্রে সাহস, শক্তি আর সম্পদের ব্যবহার দেখায়। | I riconoscimenti, promossi anche da Thomson Reuters, premiano i migliori progetti online promossi da singoli individui o associazioni che abbiano dimostrato coraggio, energia e ingegnosità nell'utilizzo di Internet a favore della libertà di espressione. I premi, nella somma di 10.000 dollari ciascuno, hanno riguardato tre diverse categorie: tutela dei diritti umani, tecnologia, e politica. |
4 | এই পুরস্কার, যার প্রত্যেকটির মূল্য ১০,০০০ মার্কিন ডলার, তিনটি বিভাগের কাজের সম্মান করে: অ্যাডভোকেসি, প্রযুক্তি আর নীতি। | Malou Mangahas dalle Filippine, l'Arcivescovo John Baptist Odama dall'Uganda e Brenda Burrell dallo Zimbabwe ricevono i Breaking Borders Award assegnati alle rispettive organizzazioni |
5 | ফিলিপাইন্সের মালু মাঙ্গাহাস, উগান্ডার আর্চবিশপ জন ব্যাপ্টিস্ট ওডামা আর জিম্বাবুয়ের ব্রেন্ডা বারেল ব্রেকিং বর্ডারস পুরস্কার গ্রহণ করেন তাদের সংস্থার পক্ষ থেকে। | Per conto di Google e Global Voices, insieme a Thomson Reuters e alla nostra giuria, siamo onorati di premiare i vincitori per il loro spirito d'iniziativa, la creatività e i risultati ottenuti a favore della società. |
6 | গুগল, গ্লোবাল ভয়েসেস, থমসন রয়টার্স আর আমাদের পুরস্কারের জুরির পক্ষ থেকে আমরা বিজয়ীদের শুভেচ্ছা জানাতে চাই নাগরিকদের সুবিধার্থে তাদের চেষ্টা, ও সৃষ্টিশীলতার স্বীকৃতি জানানো এই পুরস্কারের জন্য। | |
7 | বিজয়ীরা হলেন: প্রযুক্তি বিভাগে: | I vincitori sono i seguenti: |
8 | বস্কো-উগান্ডা: | Nella categoria “Tecnologia”: |
9 | ২০০৭ সালের এপ্রিলে বস্কো শুরু হয় সৌর শক্তি চালিত, দীর্ঘ রেঞ্জের ওয়ারলেস কম্পিউটার নেটওয়ার্ক হিসাবে। এটি উত্তর উগান্ডার গুলু আর আমুরু জেলায় ভূতপূর্ব অভ্যন্তরীণ স্থানচ্যুত ব্যক্তিদের ক্যাম্পকে কাভার করে। | Bosco - Uganda: Nell'aprile del 2007, il progetto BOSCO è stato avviato tramite energia solare e reti informatiche wireless a lunga portata che hanno consentito la copertura di aree dove risiedono profughi locali tra i distretti di Gulu e Amuru nel nord dell'Uganda. |
10 | স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, আর ধর্মযাজকের অফিসে স্বল্প মূল্যের পিসি আর ভিওআইপি স্থাপন করা হয়, ইন্টারনেট, ফোন আর ইন্ট্রানেট যোগাযোগ গহীন এলাকায় আনা সম্ভব করে। | Sono stati installati personal computer a basso consumo e telefoni VoIP nelle scuole, centri sanitari e uffici parrocchiali, consentendo così di portare Internet, telefonia e connessioni intranet in aree remote. |
11 | বস্কোর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে সৃজনশীল তথ্য প্রদান আর যোগাযোগ প্রযুক্তির সমাধান দেয়া এবং সামাজিক আর অর্থনৈতিক উন্নয়ন ও উগান্ডার গ্রাম্য এলাকায় শান্তি রক্ষায় ভূমিকা রাখার জন্য একটা সম্মিলিত ওয়েব নির্ভর কার্যক্রমের মাধ্যমে। | La visione di lungo termine di BOSCO è quella di fornire soluzioni innovative per le tecnologie di informazione e comunicazione onde sostenere lo sviluppo sociale ed economico e il rafforzamento della pace nelle comunità rurali dell'Uganda del nord graze a un approccio collaborativo e basato sull'uso del web. |
12 | বর্তমানে বস্কো জোর দিচ্ছে ওয়েব ২. ০ প্রশিক্ষন, অনলাইন ডিজিটাল এথনোগ্রাফি আর সম্মিলিত অনলাইন যোগাযোগের মাধ্যম ইন্টারনেট সাইটের মধ্যে উন্নয়ন ও সাহায্যের উপরে। | Attualmente BOSCO si concentra sulla diffusione e l'incremento della formazione al web 2.0, di progetti sull'etnografia digitale e sui mezzi di comunicazioni collaborativi online tra diversi siti internet. |
13 | বস্কো বর্তমানে ইনভিনিও, হরিজন্ট ৩০০০, ওয়ার চাইল্ড হল্যান্ড, দ্যা গুলু আর্কডিওসিজ আর ইউনিসেফের সাথে কাজ করছে। | BOSCO opera in partnership con Inveneo, Horizont3000, War Child Holland, l'arcidiocesi di Gulu e l'UNICEF. |
14 | নীতি বিভাগে: | Nella categoria “Politica”: |
15 | তদন্তমূলক সাংবাদিকতার ক্ষেত্রে | |
16 | পিসিআইজে একটি স্বাধীন, অলাভজনক মিডিয়া এজেন্সি যা নয়জন ফিলিপিনো সাংবাদিক দ্বারা ১৯৮৯ সালে স্থাপিত হয়। | |
17 | তাদের ছিল ভাগে নেয়া অফিসের স্থান, পুরানো ডস নির্ভর কম্পিউটার, পুরানো বৈদ্যুতিক টাইপরাইটার, আর মিতব্যয়ী দোকান থেকে কেনা আসবাব - এবং ইত্যাদি দিয়ে তারা সুশাসন, বাক প্রকাশের স্বাধীনতা আর মানুষের জানার অধিকারের প্রতিষ্ঠা ও তদন্তমূলক রিপোর্টিং এর প্রসারের চেষ্টা করে যাচ্ছে। | The Philippines Center for Investigative Journalism: Agenzia giornalistica indipendente e no-profit, il PCIJ è stato fondato da nove giornalisti locali nel 1989 - prendendo a prestito gli uffici, usando un computer basato sul vecchio sistema operativo DOS, una macchina da scrivere di seconda mano, e mobili acquistati in un negozio dell'usato - per promuovere i valori del giornalismo investigativo nello sviluppo di buone prassi di governo, della libertà di espressione e del diritto alla conoscenza dei cittadini. |
18 | গত ২০ বছরে পিসিআইজে প্রকাশ করেছে ৫০০টি তদন্তমূলক রিপোর্ট, সাংবাদিকতা আর শাসনের উপরে ২ ডজন বই, পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আর কয়েক ডজন ভিডিও তথ্যচিত্র। | |
19 | এটা সাংবাদিকদের জন্য ফিলিপাইন্স আর অন্যত্র একশ প্রশিক্ষন সেমিনার করেছে আর ১২০টির বেশী জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার জিতেছে। | In venti anni, il PCIJ ha prodotto 500 report investigativi, una ventina di libri su giornalismo e governance, cinque lungometraggi e decine di documentari video. |
20 | পিসিআইজের একটা মাল্টিমিডিয়া ওয়েবসাইট আছে www.pcij.org নামে, একটি প্রাতিষ্ঠানিক ব্লগ www.pcij.org/blog নামে, i-site.ph (আই-সাইট. | Ha inoltro condotto un centinaio di seminari formativi per giornalisti nelle Filippine e nel resto del Sudest asiatico, e vinto oltre 120 premi a livello nazionale e internazionale. |
21 | পিএইচ) নামে রাজনীতি আর শাসনের উপরে একটি ডাটাবেজ সাইট আর টুইটার আর ইউটিউবে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এডভোকেসি বিভাগে: | Il PCIJ gestisce un sito web multimediale, www.pcij.org, un blog istituzionale, www.pcij.org/blog e un database su politica e governance, i-site.ph, oltre agli account dell'agenzia su Twitter e YouTube. |
22 | কুবাতানা. নেট | Nella categoria per la tutela dei diritti umani: |
23 | জিম্বাবুয়ের কর্মীদের জন্য অনলাইন কমিউনিটি কুবাতানা ইন্টারনেট, ইমেইল, এসএমএস, ব্লগ আর ছাপানো মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছোবার জন্য। | Kubatana.net: comunità online per gli attivisti dello Zimbabwe, Kubatana utilizza Internet, la posta elettronica, gli SMS, blog e materiali stampati per disseminare informazione tra i cittadini. |
24 | তাদের আছে অনলাইন গ্রন্থাগার যেখানে ১৬০০০ এর বেশী মানবাধিকার আর সিভিক রিপোর্ট রয়েছে এছাড়া আছে একটা ডাইরেক্টরি যেখানে ২৪০টিরও বেশী এনজিওর নাম আছে যা কুবাতানাকে জিম্বাবুয়ের উপরে তথ্যের মূল্যবান সুত্রে পরিণত করে। | Una biblioteca online di oltre 16.000 tra articoli, rapporti e altri documenti su diritti umani e civili, insieme a un elenco che censisce oltre 240 ONG, rendono Kubatana una fonte preziosa di informazioni sullo Zimbabwe. |
25 | আর এটাই সব না! | E non è tutto! |
26 | কুবাতানা স্বাধীনতা ফোন তৈরি করেছে। | |
27 | এটি নতুন ধরনের একটি টেলিফোন সফটওয়ার, যা মোবাইল ফোন দিয়ে এটার সাথে অডিও ভয়েস মেনুর আর এসএমএস এর মিশ্রণ ঘটায়, নাগরিকদের সুবিধার জন্য। | Kubatana ha sviluppato Freedom Fone, un software innovativo di telefonia, che coniuga la tecnologia cellulare con menù vocalizzati e SMS, a beneficio soprattutto dei cittadini nelle aree rurali. |
28 | গুগল আর গ্লোবাল ভয়েসেস বিজয়ীদের নাম ঘোষণা করে মে মাসের ৬-৭ তারিখে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলনের সময়ে। | Google e Global Voices hanno annunciato i vincitori durante una cerimonia di premiazione che ha avuto luogo all'interno del summit di Global Voices che si è tenuto a Santiago del Cile tra il 6 e il 7 maggio scorsi. |
29 | এই শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্য পাওয়া যাবে http://summit2010.globalvoicesonline.org/ এই সাইটে এবং ব্রেকিং বর্ডার পুরষ্কার সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে http://breakingborders.net/ সাইটে। | |
30 | এই অনুষ্ঠান আর সম্মিলনের লাইভস্ট্রিম বা উস্ট্রিম পাওয়া যাবে http://summit2010.globalvoicesonline.org/program/video/ এই সাইটে। আমরা অনুষ্ঠানের লাইভ ব্লগ করবো http://summit2010.globalvoicesonline.org/program/liveblog/ সাইটে। | Ulteriori dettagli sul summit (incluso il video streaming della cerimonia di premiazione) sono disponibili alla pagina http://summit2010.globalvoicesonline.org/, mentre per il Breaking Borders Award si veda la pagina http://breakingborders.net/. |
31 | আপনারা সম্মেলনের টুইট ফিড দেখতে পারেন @ জিভিসামিট২০১০, হ্যাশট্যাগ #জিভি২০১০ এ। | Il summit può anche essere seguito su Twitter, @gvsummit2010, tramite l'hashtag #GV2010. |