Sentence alignment for gv-ben-20090105-1529.xml (html) - gv-ita-20090108-563.xml (html)

#benita
1ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধের স্মৃতিসৌধMonumento ai caduti di guerra di Brunei e Australia
2ছবি আনাক ব্রুনাইয়ের সৌজন্যে আনাক ব্রুনাই লিখেছেন সম্প্রতি মুয়ারা সৈকতে ব্রুনাই আর অস্ট্রেলিয়ার বিশিষ্টজনদের দ্বারা উদ্বোধন করা ব্রুনাই- অস্ট্রেলিয়া যুদ্ধ স্মৃতিসৌধের ব্যাপারে।Il blog AnakBrunei [in] riporta la notizia della recente inaugurazione del monumento commemorativo Brunei-Australia, svoltasi a Muara Beach - a 13 km dalla capitale del Brunei, Bandar Seri Begawan [it] - alla presenza dei dignitari del Brunei e dell'Australia e di veterani di guerra australiani.
3রাজধানী বন্দর সিরি বেগাওয়ান থেকে মাত্র ১৩ কিমি দূরে এই সৌধ অবস্থিত এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার যুদ্ধপ্রবীণরা।
4দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়ানদের মুয়ারা বা ‘সবুজ সৈকতে' অবতরণকে স্মরণ করতে এ সৌধ নির্মিত হয়েছে।
5এটি ব্রুনাই ও অস্ট্রেলিয়ার মানুষের মধ্যকার সহযোগীতার স্মরণ ও করে। অপারেশন ওবিওই ৬ এর অভিযানে অস্ট্রেলিয়ানরা যে জায়গায় অবতরণ করেছিলেন সেটাই স্মৃতিসৌধের স্থান।L'opera commemora non solo degli sbarchi australiani sulla spiaggia di Muara - o “spiaggia verde” - nel giugno 1945 durante la seconda guerra mondiale, ma altresì la cooperazione che lega le popolazioni di Brunei Darussalam e Australia.
6স্মৃতিসৌধের সাথে আছে একটা প্যানেল যাতে ব্রুনাই অপারেশনের বিস্তারিত বলা আছে।Il monumento sorge nel punto di sbarco delle forze australiane durante l'Operazione OBOE 6 ed è corredato da un pannello informativo sulla storia dell'operazione Brunei.
7আনাক ব্রুনাই বলছেন:Secondo AnakBrunei:
8অস্ট্রেলিয়ার কালো গ্রানাইট বিশেষভাবে সম্মান জানায় সেই ১১৪ জন অস্ট্রেলিয়ানকে যারা অপারেশন ওবিওই ৬ এর সময়ে নিহত হয়েছিলেন আর সেই ২২১ জনকে যারা আহত হয়েছিলেন।
9ফলকে লেখা আছে “স্মৃতিতে ১৯৪৫” আর এটা ঘিরে আছে এই কথাগুলো “ব্রুনাই- অস্ট্রেলিয়া স্মৃতিসৌধ” ইংরেজী, মালাউয়ি আর জাভি ভাষায়।
10বোর্নিওতে অন্যান্য যে অস্ট্রেলিয়ার স্মৃতিসৌধ আছে তার মধ্যে আছে লুবুয়ান আর সান্দাকানেরটা।