# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এবং ব্লগ অ্যাকশন ডে ২০০৯ | Global Voices e <em>Blog Action Day 2009</em>: il mondo parla del cambiamento climatico |
2 | সারা বিশ্বের ব্লগাররা ১৫ই অক্টোবর এক সাথে জড়ো হবে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্লগে লেখার জন্য, যা হবে সামাজিক পরিবর্তনের জন্য ওয়েবের সবচেয়ে বড় এক অনুষ্ঠান: যার নাম ব্লগ অ্যাকশন ডে। | Il prossimo 15 ottobre blogger di tutto il mondo si ritroveranno a discutere del cambiamento climatico, in quello che sarà uno dei più grandi eventi di riforma sociale sul web: il Blog Action Day [in]. |
3 | প্রতি বছর এই দিনটি পালন করা হয়, বিশ্বের সকল ব্লগারকে এই দিনে একত্রিত হয় একটিমাত্র বিষয়ে লেখা পোস্ট করার জন্য। | Si tratta di un appuntamento annuale che unisce blogger di tutto il mondo, i quali per un giorno scriveranno del medesimo argomento. |
4 | বিশ্ব জুড়ে প্রদর্শন করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য, বিশ্ব বর্তমানে যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা ও বিশ্ব জুড়ে চলমান এক আলোচনা কে উৎসাহ প্রদান করা। | |
5 | ব্লগ অ্যাকশন ডের নিজস্ব ব্লগে ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয় কি হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রবিন বেক: | Lo scopo di questa manifestazione è la sensibilizzazione e la promozione di un dibattito globale sulle questioni importanti che il mondo si trova ad affrontare. |
6 | ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। | Sul blog ufficiale [in], Robin Beck ha annunciato [in] il tema dell'iniziativa: |
7 | ব্লগ অ্যাকশন ডের এবারের বিষয়: জলবায়ু পরিবর্তন। | Sono lieto di annunciarvi il tema del Blog Action Day 2009: il cambiamento climatico. |
8 | হাজার হাজার লোক এ বিষয়ে ভোট দিয়েছে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় এক সাথে আমরা তাজা শ্বাস বয়ে নিয়ে আসব, যেমনটা আমাদের নেতারা এ বছরের ডিসেম্বরে কোপেনহেগেনে এই সমস্যার এক দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য আলোচনায় বসবেন। | Sono migliaia le persone che lo hanno votato, e credo proprio che tutti insieme riusciremo ad approfondire ulteriormente il dibattito, proprio mentre i nostri leader si preparano a incontrarsi a Copenhagen il prossimo dicembre, nel tentativo di accordarsi su soluzioni durevoli a questa emergenza. |
9 | ব্লগ অ্যাকশন ডের স্থপতি কলিস এবং সায়ান টা'য়েড। ২০০৭ সালে তারা এনভাটোতে তাদের দলের সহায়তায় এটি স্থাপন করেন। | Il Blog Action Day è stato indetto per la prima volta da Collis e Cyan Ta'eed nel 2007, col sostegno del loro staff, su Envato [in]. |
10 | প্রথম বছর তারা প্রায় ২০,০০০ ব্লগারকে, বছরের একটি বিশেষ দিনে পরিবেশ বিষয়ক একটা লেখা উৎসর্গ করতে উৎসাহিত করে। | Durante la prima edizione, i fondatori avevano chiesto a oltre 20.000 blogger di dedicare la giornata a discutere di questioni ambientali. |
11 | পরের বছর, ২০০৮ সালে তারা “দারিদ্রতা” নামক বিষয় নির্বাচন করে, এই বিষয় নিয়ে ব্লগ লেখার জন্য। | L'anno seguente, nel 2008, il tema era la povertà, con i blogger a condividere opinioni personali e proporre soluzioni. |
12 | ব্লগাররা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানে তাদের চিন্তাভাবনা কি তা উপস্থাপন করে। ব্লগে এ বছরের লেখার বিষয় হল জলবায়ু পরিবর্তন। | Quest'anno, dunque, il tema è il cambiamento climatico, occasione importante per prendere spunto da tutti i dibattiti e le campagne online che vengono organizzate in previsione dell' incontro COP15 delle Nazioni Unite [in], previsto in Danimarca a dicembre 2009. |
13 | এই বিষয় নিয়ে আলোচনা ও অনলাইনে প্রচারণার জন্য এটি এক দারুণ সুযোগ। | Chiunque può partecipare al Blog Action Day del 15 ottobre, che si tratti di blog, riviste o testate online. |
14 | এর মাধ্যমে ২০০৯ এর ডিসেম্বরে ডেনমার্কে অনুষ্ঠিতব্য কপ১৫ জাতিসংঘ সম্মেলন-এর আগে এই বিষয়টিকে সংগঠিত করা যাবে। | Non ci sono limiti alnumero di post che si possono scrivere, nè sull'argomento specificio affrontato, purchè coerente col tema proposto. |
15 | অক্টোবর ১৫ -র ব্লগ অ্যাকশন ডেতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, ব্লগ, অনলাইন সাময়িকী ও পত্রিকায় অংশগ্রহণ করতে পারে। | Tra i sostenitori del Blog Action Day troviamo ONG come Oxfam [in], Avaaz [it], TckTckTck [in], Greenpeace [in] e Amnesty International [in]. |
16 | যে কেউ যত ইচ্ছা লেখা পোস্ট করতে পারবে, তবে তাকে অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে লিখতে হবে। | Come partner ufficiale, Global Voices sosterrà l'iniziativa spronando i blogger di tutto il mondo a iscriversi ed esprimere sostegno online [in]. |
17 | ব্লগ এ্যাকশন ডের সমর্থকদের মধ্যে অক্সফাম, আভাজ, ট্যাক ট্যাক ট্যাক, গ্রীনপিস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান রয়েছে। | |
18 | এই কর্মসূচির অংশীদার হিসেবে গ্লোবাল ভয়েসেস ব্লগ অ্যাকশন ডে কে সমর্থন করার জন্য নিবন্ধন করতে সারা বিশ্বের ব্লগারদের উৎসাহিত করে, এই অনুষ্ঠানের জন্য এবং এই কর্মসূচিতে যোগদান করতে তারা সবাইকে উৎসাহিত করে। | |
19 | ১৫ই অক্টোবর এবং তার পরে গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এর সাথে যুক্ত হবে। সে সময় সারা বিশ্বের ব্লগাররা জলবায়ু পরিবর্তন এবং তারা যে পরিবেশে বাস করে সে সম্বন্ধে যে কথা বলবে, গ্লোবাল ভয়েসেস সেই লেখাগুলো লিঙ্ক বা যুক্ত করবে এবং অনুবাদ করবে। | Il 15 ottobre, e nei giorni successivi, i blogger di Global Voices si daranno da fare per pubblicare link e tradurre i post che arricchiranno il dibattito globale sul cambiamento climatico e l'ambiente [in] con punti di vista locali. |