# | ben | ita |
---|
1 | গ্লোবাল ফুড ব্লগের বড়দিনের খাবার প্রস্তুতপ্রণালী | Ricette di Natale dai blog culinari di tutto il mondo |
2 | বড়দিনের কুকি বা মিষ্টি পিঠা, ছবি ফ্লিকারের ফটোলিল্ডার (সিসি-বাই-এনসি) | Biscotti natalizi di Photolinda su Flickr (CC-BY-NC) |
3 | অনেকের কাছে বড়দিন মানে ঘরে ফেরা- কিন্তু যখন তা সম্ভব হয় না, তখন এক যাদুকরী খাবার তৈরি করা হয়ত তার ক্ষতিপুরণ হতে পারে। | Per molte persone Natale significa ‘tornare a casa' - ma quando questo non è possibile, preparare un pranzo meraviglioso può essere una consolazione. |
4 | বিভিন্ন মহাদেশের অনেক ব্লগার ছুটির দিনে তাদের প্রিয় খাবারের রন্ধণপ্রণালী সবাইকে জানাচ্ছে। | Blogger provenienti da vari continenti hanno condiviso le loro ricette preferite per la Festa. |
5 | এই সব খাবারের মাধ্যমে আপনি হয়ত বাড়ীর স্বপ্ন দেখতে পারেন, অথবা এমন কোন স্থানে যেতে পারেন, যেখানে এর আগে কোনদিন যাননি। | Attraverso queste ricette potete sognare di essere a casa o addirittura di visitare un luogo in cui non siete mai stati finora. |
6 | এ বছর আপনি কোথায় বড়দিনের উৎসব পালন করবেন, এবং আপনি সবার জন্য কি কি খাবার পরিবেশন করছেন? | Dove celebrate quest'anno il Natale, e che cosa servite? |
7 | স্থানীয় বিশেষত্ব এবং পারিবারিক রন্ধনপ্রণালীর মাধ্যমে তৈরি বড়দিনের খাবার হচ্ছে সেই রান্না যা কেবল আপনার সঠিক এক অনুভূতি তৈরির জন্য প্রয়োজন- তা সে ব্রাজিলের সকালের নাস্তা রাবানাডা হোক, অথবা যুক্তরাষ্ট্রের টক এক ক্রীম দিয়ে তৈরি কফি কেক হোক, অথবা বুলগেরিয়ার পেস্ট্রি জাতীয় বিশেষ খাবার বানিৎসা হোক। | Specialità locali e ricette segrete di famiglia per il pranzo di Natale sono esattamente ciò di cui avete bisogno per creare la giusta atmosfera - che sia il dolce tipico brasiliano rabanada [en,come tutti gli altri link, eccetto ove segnalato] per colazione, la torta al caffè e panna acida americana o il dolce bulgaro chiamato banitsa. |
8 | গ্লোবাল ভয়েসেস-এর যে সমস্ত ব্লগার এই সমস্ত লিঙ্ক প্রদান করেছে, তাদের জন্য রইলো প্রাণ ভরে খাওয়া আর বড়দিনের শুভেচ্ছা! | Buon appetito e Buon Natale dai blogger di Global Voices che hanno condiviso questi link! |
9 | দক্ষিণ আফ্রিকা- দিলিসুশশ! | Sudafrica - ‘ms_kamini' scrive su Deelishuss! |
10 | এ ব্লগ করার সময় এমএস_কামিনি এক বিকল্প এগনগ নামক বিশেষ পানীয় (ডিম, দুধ, চিনি দিয়ে তৈরী) প্রেমী মানুষদের জন্য এক প্রস্তুতপ্রণালী প্রদান করছেন, যা উষ্ণ আবহাওয়ায় পরিবেশন করা ভালো। | e condivide la ricetta di un eggnog alternativo che è l'ideale per climi caldi. |
11 | তানজানিয়া-এ টেস্ট অফ তানজানিয়ার ব্লগার মারিয়ামা রোজ কিনুনডার তত্বাবধানে এ দেশের ঐতিহ্যবাহী পোলাও রান্না করুন। | Tanzania - Preparate un Pilau tradizionale [swa] sotto la guida di Miriam Rose Kinunda su A Taste of Tanzania. |
12 | ভারত-গোয়া ফুড রেসিপির ছবি এবং লেখা উভয় ব্যাখ্যা করছে যে, কি ভাবে গোয়ার বিশেষ মিষ্টি রান্না করতে হবে। | India - Attraverso foto e testi, Goan Food Recipes spiega come preparare le specialità dolci di Goan. |
13 | ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ার ফুড ব্লগ কুকিং এন্ড বেকিং ল্যাবরেটরি, যে সমস্ত শিক্ষার্থীরা রান্না শিক্ষা শুরু করছেন তাদের মানাডাও এলাকার বিশেষ রান্না রাঁধতে উৎসাহিত করেছে, এটি নারকেল দিয়ে তৈরি কোকনাট সুফলি ক্লেপেরটারাট নামক মিষ্টি খাবার, যা অন্য খাবারের শেষে খেতে হয়। | Indonesia - Il blog culinario indonesiano Cooking and Baking Laboratory incoraggia i principianti a provare la specialità di Manado [it], il soufflé di cocco Klapertaart. |
14 | আজারবাইযান-যদিও আজারবাইযানে বড়দিন তেমন ব্যাপকভাবে পালন করা হয় না, তারপরেও এই উৎসব বাকুর তরুণদের মাঝে সাড়া জাগাচ্ছে। | Azerbaijan - Natale sta iniziando ad andare di moda tra i giovani di Baku [it], per quanto non sia molto celebrato in Azerbaijan. |
15 | আইগুন জানমামাদোভা ব্যাঙের ছাতা বা মাশরুম এবং পনির প্রিয়দের ফিলো স্ট্রুডাল নামক ময়দা দিয়ে তৈরি খাবার খেতে পরামর্শ প্রদান করছে এবং এজেড কুকবুক আরো অনেক আজারবাইযানের রান্নার বিষয় জানাচ্ছে। | Aygun Janmammadova raccomanda lo strudel con pasta fillo per gli amanti di funghi e formaggi, e su AZ Cookbook troverete altre informazioni sulla cucina dell'Azerbaijan . |
16 | বুলগেরিয়া-হিট দি রোড ট্রাভেল ব্লগ বানিৎসা নামের খাবারের প্রচারণা চালাচ্ছে-এটি এক জনপ্রিয় পেস্ট্রি জাতীয় খাবার যা কুমড়ো, পনির অথবা পালং শাকের যে কোন একটি বেছে নিয়ে খেতে পারেন। | Bulgaria - Hit the Road Travel Blog promuove la Banitsa - un dolce popolare ripieno di zucca, formaggio o spinaci. |
17 | ইয়োল কিচেন-এ আপনি পাবেন অন্য সব বুলগেরীয় রন্ধনপ্রণালী। | Altre ricette sono disponibili in bulgaro su Yellow Kitchen [bul]. |
18 | ইউক্রেন: ভেজ্জি প্রাইরি গার্লস-এর গ্রেডার সংস্করণের মিষ্টি গমের পরিজ বা মিষ্টি নরম খাবার কুটিয়া রান্না করে দেখতে পারেন, অথবা ফ্রেন্ডস ইটের ইয়াসমিন কোলের বর্ণনা মোতাবেক বড়দিনের সন্ধ্যায় খাবার জন্য তৈরি করা বারোটি রান্না রাঁধার চ্যালেঞ্জ নিতে পারেন। | Ucraina - Su Veggie Prairie Girl provate la versione di Gerda del porridge dolce di frumento kutia, o mettetevi alla prova con la cena da dodici portate per la Vigilia di Natale descritta da Yasmin Coles su Friends Eat. |
19 | এস্তোনিয়া- লাল বাঁধাকপি এবং বীট নামের সব্জী এই বড়দিনের ছুটির খাবারের উপাদান, যা খাবার ব্লগ নামি নামির কাছ থেকে পাওয়া যাচ্ছে। | Estonia - Cavolo rosso e barbabietole sono parte delle ricette festive sul blog culinario Nami Nami. |
20 | ফ্রান্স- আলাসেস-এর বিশেষ বড়দিনের কুকি বা মিষ্টি পিঠা ব্রিডেলা এক সপ্তাহ আগে তৈরি করা হয়, যা গরম চকোলেট অথবা মশলা দিয়ে তৈরি চায়ের সাথে খাওয়া হয়। | Francia - In Alsazia [it] i biscotti natalizi, bredela, vengono preparati con settimane d'anticipo e vanno accompagnati da una cioccolata calda o un tè speziato. |
21 | আপনার পছন্দের সংস্করণটি ফরাসী ব্লগ প্লুমে ডি এ্যাঞ্জেস অথবা লা পেয়ু ডে অউরেস-এ খুঁজে নিন। | Cercate la vostra versione preferita tra i blog francesi Plumes d'Anges [fr] o La peau d'ourse [fr]. |
22 | ডেনমার্ক- অনলাইনে খাবার ভক্ত সম্প্রদায় ‘ফ্রেন্ডস ইট' বড়দিনে ডেনমার্কে তৈরি হওয়া রান্নার তালিকা তৈরি করেছে এবং ঐতিহ্যবাহী রিস এ লা মান্ডে কি ভাবে বানাতে হবে তার এক ভিডিও সংযুক্ত করেছে। | Danimarca - La comunità culinaria online Friends Eat elenca i migliori piatti natalizi danesi e include il video-dimostrazione del tradizionale Ris à la mande. |
23 | ইউ মম ব্লগ এই খাবারকে ঘিরে যে ঐতিহ্য রয়েছে তা ব্যাখ্যা করছে। | Il blog EU Mom spiega le tradizioni locali che accompagnano la preparazione del cibo. |
24 | ল্যাটিন আমেরিকা-ইন্টারমানিকোস নামক ফোরাম প্রদর্শন করছে বড়দিনে ল্যাটিন আমেরিকার সেরা সব খাবার: ভেনিজুয়েলা থেকে হাল্লাকাস, কলম্বিয়া থেকে বুনেয়লোস কন নাটিলা, আর্জেন্টিনা থেকে ভিটেল টোন, মেক্সিকো থেকে টামাল ডে ডুয়েরোকো এবং পেরু থেকে পানেটোন। | America Latina - Il forum Intermaniacos condivide fantastici piatti latino americani per Natale [es]: Hallacas dal Venezuela, i buñuelos con natilla colombiani, vitel toné [it] dall'Argentina, tamal de puerco dal Messico e il panettone [it] peruviano. |
25 | মেক্সিকো-কোন বিশেষ চাকুরীতে নন, কিন্তু পেশাদার লেখিকা লেজলি টেলেজে. বড়দিনে মেক্সিকোর এক বিশেষ ঐতিহ্যবাহী পানীয়, পোনচে খাওয়ার পরামর্শ প্রদান করছে। | Messico - La scrittrice freelance Lesley Téllez consiglia il ponche, un tradizionale punch messicano per Natale. |
26 | পেরু-এই ভিডিওর মাধ্যমে, কি ভাবে পেরুর ঐতিহ্যবাহী টামালেস রান্না করতে হয় তা শিখুন, যা মা এবং কন্যা মিলে এই রান্না শেখাচ্ছে। | Peru - Impara come preparare un classico peruviano, i tamales, grazie al video di una mamma e una figlia che cucinano insieme. |
27 | পুয়ের্টো রিকো-ধৈর্যশীল এক রন্ধনশিল্পী, এলাবা আমাদের পুরো এক ইউটিউব ভিডিও প্রদর্শন করছে, যা পুয়ের্টো রিকোর বড়দিনের রান্নাকে তুলে করছে। | Porto Rico - L'appassionata cuoca Elba condivide un'intera videografia su YouTube mostrando una tipica cena natalizia portoricana. |
28 | ত্রিনিদাদ এবং টোবাগো- সারিনা নিকোলে ওরফে ত্রিনি গুরমেট, এই মৌসুমের সেরা খাবার ট্রিনিদাদের পাস্টেলাস এখানে দেওয়ার জন্য বেছে নিয়েছেন। | Trinidad & Tobago - Sarina Nicole, alias Trini Gourmet, trova che i pastelles del Trinidad siano la delizia stagionale. |
29 | যুক্তরাষ্ট্র-কেনটাকি ভিত্তিক জোয়িই-র গেট কুকিং ব্লগ বড়দিনের মিষ্টি পিঠা বা কুকি এবং ডোনাট নামক বিশেষ খাবার, উভয়ের রন্ধনপ্রণালী সরবরাহ করেছে। | Stati Uniti -Joi di Get Cooking, dal Kentucky, fornisce le ricette sia per i biscotti che per le ciambelle natalizie. |