Sentence alignment for gv-ben-20090817-5206.xml (html) - gv-ita-20090815-7027.xml (html)

#benita
1প্যালেস্টাইন: গুগল. পিএস চালু করায় প্রতিক্রিয়াPalestina: reazioni al lancio del portale Google.ps
2“বেশ কিছু বছর ধরে গুগল বিশ্বের বেশ কয়েকটা স্থানীয় ডোমেইন যেমন গুগল.
3কো.
4ইউকে আর গুগল. জো চালু করেছে যার মাধ্যমে এটি কোন স্থান থেকে জানতে চাওয়া সার্চের ফলাফলে স্থানীয় বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারে,” বলেছে ব্লগার আরবক্রাঞ্চ।“Nel corso degli anni, Google ha continuato ad aggiungere molti domini locali nel mondo, come google.co.uk e google.jo, onde fornire risultati localizzati per le ricerche”, dice il blogger ArabCrunch nell'annunciare [in] la decisione di Google di aggiungere all'elenco anche il dominio google.ps [in/ar].
5তিনি গুগল. পিএসকে গুগলের ডোমেইনে সংযুক্ত করার ঘোষণাটি সম্পর্কে লিখতে গিয়ে একথা জানান।Il nuovo dominio funzionerà in Cisgiordania e a Gaza, dove operano i fornitori d'accesso (ISP) palestinesi.
6নতুন স্থানীয় গুগল ডোমেইনের কাজ করার কথা পশ্চিম তীর আর গাজাতে, যেখানে ফিলিস্তিনি ইন্টারনেট সার্ভিস প্রদানকারীরা (আই এস পি) কাজ করে।
7গত সপ্তাহে, গুগল আরাবিয়া ব্লগ এর সংযুক্তির কথা ঘোষণা করেন আর এর পিছনের কারণও:La scorsa settimana, il blog Google Arabia aveva annunciato [in] l'ampliamento e le relative motivazioni:
8আজকে আমাদের তালিকায় আমরা আর একটা ডোমেইন যোগ করছি, গুগল. পিএস।Da oggi aggiugeremo un ulteriore dominio al nostro elenco: google.ps.
9ফিলিস্তিনি ভূমিতে আরবী-ভাষী ব্যবহারকারীদের (যারা ফিলিস্তিনি আই এস পি ব্যবহার করেন) এই ডোমেইন তুলে ধরবে গুগলের নাগাল পাওয়া আরবীতে আর স্থানীয় সম্পর্কিত বিষয়বস্তুগুলোকে।Il nuovo dominio permetterà a quanti parlano arabo dei territori palestinesi, che adoperano ISP palestinesi, di accedere a Google in arabo e quindi di raggiungere contenuti più rilevanti a livello locale. Col lancio di google.ps abbiamo portato il numero totale dei domini Google nel mondo a oltre 160.
10গুগুল. পিএস এর চালু হওয়ার সাথে সাথে, বিশ্বব্যাপী মোট গুগল ডোমেইনের সংখ্যা ১৬০ এর বেশী হল।In una dichiarazione rilasciata [in] al blog ArabCrunch, Google ha anche spiegato in che modo la novità influenzerà il sistema AdWords [in]:
11আরবক্রাঞ্চের কাছে দেয়া একটা স্টেটমেন্টে গুগল ব্যাখ্যা করেছে এই পরিবর্তন কিভাবে গুগল এডওয়ার্ডস কেও প্রভাবিত করবে:
12এডওয়ার্ডস দিয়ে আপনার বিজ্ঞাপন আপনি দেশ বা এলাকার দিকে লক্ষ্য করে পাঠাতে পারেন বা নির্দিষ্ট এলাকা বা শহরে।Con AdWords è possibile personalizzare le inserzioni in base al Paese, alla zona, oppure a specifiche regioni e città.
13এডওয়ার্ডসের ব্যবস্থা ঠিক করে বেশ কয়েকটা বিষয়ের ভিত্তিতে আপনার বিজ্ঞাপন দেখানো হবে কিনা যার মধ্যে কোন গুগল ডোমেইন ব্যবহার করা হচ্ছে সেটাও আছে (. এফআর, .Il sistema AdWords utilizza diversi elementi per determinare quali inserzioni visualizzare, tra cui il dominio Google di partenza (.fr, .de, .kr, etc.), i termini impiegati nella ricerca e, dove possibile, riusciamo a determinare anche la località da cui l'utente si connette tramite l'indirizzo del protocollo Internet (IP) del proprio computer.
14ডিই, . কেআর ইত্যাদি), ব্যবহারকারী যা খুঁজছেন সেটা, আর সম্ভব হলে আমরা ব্যবহারকারীর লোকেশন তাদের কম্পিউটারের ইন্টারনেট প্রটোকল (আই পি) ঠিকানা থেকে ঠিক করি।Il blog Window into Palestine spiega [in] che i palestinesi di Gerusalemme Est non verranno automaticamente indirizzati su google.ps (nota: chiunque può accedere a google.ps digitando direttamente l'indirizzo nel browser):
15উইন্ডো ইন্টু প্যালেস্টাইন ব্যাখ্যা করেছেন যে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা গুগুল.A parte Gerusalemme Est, che si trova de facto sotto l'autorità israeliana, i palestinesi della Cisgiordania e di Gaza generalmente fanno riferimento, rispettivamente, a google.jo, il dominio giordano, e google.com.eg, quello egiziano.
16পিএসে স্বয়ংক্রিয় ভাবে ঢুকতে পারবেন না (তবে লক্ষ্য করুন যে কেউ ইউআরএল সরাসরি টাইপ করে গুগল.L'utente di Twitter migueldeicaza esprime entusiasmo [in] per l'ultimo arrivato nella famiglia Google: "Fantastico!
17পিএস এ ঢুকতে পারেন):Ora Google ha creato un Google per la Palestina: www.
18পূর্ব জেরুজালেম ছাড়া, যেটা ইজরায়েলি এলাকায় পড়ে, পশ্চিম তীর আর গাজার ফিলিস্তিনিরা সাধারণত: জর্ডানের ডোমেইন www.google.jo, আর মিশরের www.google.com.eg এর উপরে নির্ভর করছেন।
19টুইটার ব্যবহারকারী মিগুয়েলদিচাজা গুগল পরিবারের নতুন সদস্যকে নিয়ে তার উত্তেজনা জানিয়েছেন:
20চমৎকার!Google.
21গুগল এখন প্যালেস্টাইনের জন্যেও রয়েছে!PS (da @rlove)"
22কাতারে অবস্থিত আর একজন টুইটার ব্যবহারকারী দায়াস্কি এই পদক্ষেপের জন্য গুগলকে ধন্যবাদ জানিয়েছেন:daiski, un altro utente di Twitter residente in Qatar, ha ringraziato [in] Google per l'iniziativa: "Grazie @google, per aver riconosciuto la #Palestina! - http://google.ps"
23গুগল. পিএস ইংরেজী আর আরবীতে পাওয়া যায়।Google.ps è disponibile sia in inglese che in arabo.