# | ben | ita |
---|
1 | ইজরায়েলঃ সাধারণ নির্বাচন অভিমূখে যাত্রা | Israele: verso le elezioni generali |
2 | ইজরায়েলের ক্ষমতাসীন দলের নেতা জিপি লিভনী শাসকদলীয় জোট গঠনের চেষ্টা পরিত্যাগ করেছেন। | Il leader del partito di maggioranza israeliano, Tzipi Livni, ha accantonato [in] il progetto di formare una coalizione governativa. |
3 | গতমাসে ক্ষমতাসীন কাদিমা দলের প্রধানের পদ থেকে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে হটিয়ে অভিষিক্ত হবার পরে একটা সরকার ধরে রাখার জন্য সচেস্ট ছিলেন। | La Livni aveva cercato di mettere insieme un governo sin dal mese scorso, quando ha sostituito il Primo Ministro Ehud Olmert alla guida del Kadima [it]. |
4 | রাষ্ট্রপতি সিমন পেরেজের সাথে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে লিভনি বলেছিলেন তিনি ধর্মভিত্তিক দল শাস এর এমন দাবীর সাথে একমত হবেন না যা তার ভাষায় রাজনৈতিক ব্লাকমেইলের মতই। | Durante una trasmissione in diretta con il presidente Shimon Peres, la Livni ha affermato di non volere cedere a quelli che definiva ricatti politici, molto probabilmente ad opera del partito religioso, lo Shas [it]. |
5 | লিরন তামাম লিখেছেনঃ | Liron Tamam [eb] scrive: |
6 | সমাঝোতা বন্ধ করতে লিভনির সিদ্ধান্ত এবং সাধারণ নির্বাচন অভিমূখী যাত্রাকে আবশ্যক মনে হয়। | La decisione della Livni di interrompere le consultazioni e andare alle elezioni generali sembra necessaria. |
7 | যদি তিনি একটা জোট তৈরী করতে সফলও হতেন তারপরেও তা খুব সহজভাবে হুমকীগ্রস্থ এবং অগনিত সঙ্কটের মোক্ষম ক্ষেত্র হয়ে পড়তো। | Anche se fosse riuscita a costruire una coalizione, avrebbe con tutta probabilità rappresentato terreno fertile per ricatti politici e crisi di governo. |
8 | এসব থেকে লিভনী আমাদের বাঁচিয়েছেন। | La Livni ce lo ha voluto risparmiare. |
9 | তাহলে এখন কি? | Cosa succederà adesso? |
10 | স্থানীয় নির্বাচন শেষ করতে হবে এবং এরপরে সোজা জাতিয় নির্বাচনের দিকে যাত্রা করবো। | Una volte concluse le elezioni amministrative andremo subito a quelle nazionali. |
11 | আকাশ থেকে নানাবিধ ক্যাম্পেইন এই শীতের আদ্র জমিনে আমাদের উপরে পতিত হবে এবং প্রতিশ্রুতিতে ডুবিয়ে দেবে। | Nel bel mezzo del gelido inverno, pioveranno dal cielo diverse campagne elettorali, inondandoci di promesse. |
12 | লিকুদের জন্য বলা হয় এটা সবচেয়ে সহজ নির্বাচন হবে। তাদের যা করা দরকার তা হচ্ছে কাদিমার কাজগুলো তুলে ধরাঃ দ্বিতীয় লেবানন যুদ্ধ, দুর্নীতি, গিলাদ শালিত, বৈধ পদ্ধতির ধ্বংস, ওলমার্ট-২ হিসাবে লিভনীকে হাজির করা এবং জেরুজালেমের বিভক্তি। | Si dice che per il Likud le elezioni saranno una passeggiata: tutto ciò che deve fare è mettere in mostra i successi del governo Kadima: la guerra in Libano, la corruzione, il rapimento di Gilad Shalit [it], il disastro del sistema giudiziario, la divisione di Gerusalemme, e poi presentare la Livni come una replica di Olmert. |
13 | অন্যদিকে কাদিমা সবাইকে বলবে বিবি আমাদের সবাইকে একটা জিনিস ভুলে থাকতে দিতে চায় - তা হলো অর্থনীতি। | Il Kadima, d'altro canto, dirà a tutti quel che Bibi [soprannome di Benjamin Netanyahu [it], leader del Likud] vuole farci dimenticare - l'economia. |
14 | কাদিমা অবশ্যই আমাদের মনে করিয়ে দেয় যে তারা অধিকৃত অঞ্চলকে ফিরিয়ে দেয়ার বেশীরভাগ ইজারেলীদের দাবীকে সমর্থন দেয়। | Kadima ci ricorderà sicuramente che rappresenta la maggioranza dei cittadini, che richiede la restituzione di tutti i territori occupati. |
15 | লেবার পার্টি? | E il Partito Laburista? |
16 | যদি তাদের এখনও কিছু বাকী থাকে তবে তারা তুলে ধরবে যে এহুদ বারাক হচ্ছেন সবচেয়ে সেরা প্রতিরক্ষামন্ত্রী। | Se ne rimarrà qualcosa, presenterà Ehud Barak come candidato ideale al Ministero della difesa. |
17 | কে জানে, হয়তো সে কেবলমাত্র তাই লক্ষ্য স্থির করেছে এবং এর বেশী কিছু নয়। | Chissà, forse è solo a questo che aspira, niente più. |
18 | লেবার পার্টি কি এহুদ বারাককে বহিষ্কার করবে? | …Il Partito Laburista scaricherà Ehud Barak? |
19 | কাদিমার কত দিন লাগবে তাদের নিজেদের ধ্বংস সম্পন্ন করার জন্য? | Quanto ci vorrà prima che Kadima si auto-distrugga? |
20 | হায়েম ওরন কি শেষপর্যন্ত মেরেটজকে উদ্বুদ্ধু করতে সমর্থ হবে? | Haim Oron riuscirà finalmente a motivare Meretz? |
21 | সপ্তাহের প্রথম দিকে লিভনির হাতে দুটো পথ খোলা ছিলঃ ১, শাসের অনুরোধের কাছে নতি স্বীকার করে একটা দুর্বল সরকারের প্রধানমন্ত্রী হওয়া, অথবা ২, সংখ্যালঘুদের জোট গঠন যা হয়তো কয়েকমাস স্থায়ী হতে পারতো। | Questa settimana la Livni aveva due di fronte due scelte: 1) diventare il Primo Ministro di un governo debole, con l'appoggio di Shas dopo averne accettato le richieste, oppure 2) creare una coalizione di minoranza che poteva anche durare a lungo. |
22 | জেরুজালেম ভাগাভাগি নিয়ে কোন সমাঝোতা নয় এই দাবীর সাথে একমত হতে জিপি লিভনীর অস্বীকৃতি শাস এর সাথে অনৈক্যের প্রধান কারণ। | Il rifiuto di Tzipi Livni di negoziare la separazione di Gerusalemme è la ragione principale del suo disaccordo con Shas [eb]. |
23 | টিভি চ্যানেল-১ কে প্রদত্ত এক সাক্ষাৎকারে ন্যাশেট সদস্য আরিয়েল আতিয়াস (শাসের) উল্লেখ করেন যে জিপি লিভনী ১ বিলিয়ন শিকুয়েল বরাদ্দ প্রদানে শাস এর অনুরোধের সাথে একমত হয়েছিলেন এই শর্তে যে এর মধ্যে ৬০০ মিলিয়ন দেয়া হবে যাদের সন্তান বেশী তাদের এবং বাকী অর্থ যাবে শাস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। | Durante un'intervista con TV channel 1, il parlamentare dello Shas Ariel Atias ha rivelato che Tzipi Livni avrebbe accettato la richiesta del suo partito di stanziare 1 miliardo di shequel [eb], a condizione che 600 milioni venissero destinati alle famiglie con più di un figlio, mentre il resto a diverse istituzioni collegate allo Shas. |
24 | কয়েকঘন্টা পরে শাস এর চেয়্যারম্যান ইলি ঈশাই নজিরবিহীন আক্রমন করেছেন কাদিমা দলের সমাঝোতায় নিয়োজিত টিমের প্রতিঃ | Qualche ora dopo, Eli Yishai, presidente dello Shas, si produce in un attacco senza precendenti [eb] contro il gruppo di Kadima che aveva condotto le trattative - |
25 | “প্রতারক, বর্ণবাদী এবং উগ্রবাদী এক দঙ্গল লোক বর্ণবাদী শয়তানদের এনেছে” চাঁদাবাজির দায়ে শাসদের অভিযুক্ত করলে কাদিমা দলের লোকজনদের ঈশাই এভাবে আক্রমণ করেন। | “Ipocriti, razzisti e arroganti, hanno riportato alla luce lo spettro etnico”. Yishai ha attaccato i membri di Kadima dopo che questi avevano accusato lo Shas di esercitare pressioni indebite. |
26 | তিনি দাবী করেন এটা খুবই আশ্চর্যজনক “জোটে ঐক্যমত হবার জন্য লেবার পার্টি ১. ৫ বিলিয়ন শেকুয়েল পেলেও তারা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হয় নাই…।” | Il politico trova interessante che “il partito laburista, che ha ricevuto 1.5 miliardi di shequel per entrare nella coalizione, non sia stato accusato di ricatto…” |
27 | বর্তমানে নির্বাচন নির্ধারণ করা হয়েছে ১০ই ফেব্রুয়ারী। | Attualmente le elezioni sono programmate per il 10 febbraio. |
28 | যথাসাধ্য চেষ্টা করবো গ্লোবাল ভয়েসে সমস্ত সংগঠিত ঘটনার নানাবিধ দিক তুলে ধরতে। | Faremo il possibile per parlarne in modo dettagliato su Global Voices, man mano che emergeranno nuovi sviluppi. |