# | ben | ita |
---|
1 | | Spagna: crowdfunding per processare i dirigenti bancari |
2 | | Dopo la denuncia da parte degli “indignados” rivolta agli ex dirigenti di Bankia (tra cui l'ex-presidente della banca ed ex ministro dell'Economia Rodrigo Rato), la Corte Nazionale di Giustizia spagnola ha accusato i colpevoli di truffa, appropriazione indebita, falsificazione di bilanci, amministrazione fraudolenta e violazione delle norme sulla concorrenza. |
3 | স্পেন: ব্যাংকের দায়মুক্তির বিরুদ্ধে গণতহবিল | Intanto il 4 luglio si è dimesso l'AD di Bankia Francisco Verdu Pons. |
4 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ-এর অংশ। | La bancarotta di Bankia è costata 23 miliardi di euro provenienti da un prestito europeo. |
5 | | Il crowdfunding per la querela contro Rato è durata fino a venerdì 13 luglio e sono stati raccolti 18.359€. |
6 | সরকারের নির্লিপ্ততা এবং জেলা অ্যাটর্নির কার্যালয় ব্যাংকিয়া‘র সাবেক চেয়ারম্যান রডরিগো রাতোকে দিয়েই ব্যাংকিয়ার ব্যবস্থাপনা তদন্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে একটি অভিযোগ দায়ের করার এবং দক্ষতার সাথে একটি আইনগত তদন্ত পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যে স্পেনের জনগণ অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে। | Ecco come è stato utilizzato il denaro raccolto e quali sono i punti chiave del progetto. Alla luce dell'indifferenza mostrata dal governo e dall'ufficio del procuratore distrettuale riguardo l'indagine sulla direzione di Bankia [en] gestita dall'ex presidente Rodrigo Rato, gli Spagnoli hanno raccolto denaro proveniente da varie offerte per porgere denuncia davanti al tribunale e raggruppare i requisiti necessari a portare avanti un'efficiente indagine legale. |
7 | সামাজিক নেটওয়ার্কেগুলোতে কয়েকটি হ্যাশট্যাগে উদ্যোগটি ব্যাপকভাবে অনুসৃত, যাদের একটি হলো #গণতহবিলপারাতো [স্প্যানিশ ভাষায়]। | L'iniziativa ha avuto molto seguito nei social network con diversi hashtag, uno dei quali è #CrowdfundPaRato [es]. |
8 | গণতহবিলের গোতেও ওয়েবসাইটটিকে কয়েক ঘণ্টার জন্যে অবসন্ন করে দিয়ে [স্প্যানিশ ভাষায়] ২৪ ঘন্টায় প্রয়োজনীয় তহবিল ১৫ হাজার ইউরোর চেয়ে বেশি সংগৃহিত হয়েছে। | In 24 ore sono stati raccolti più di 15000€ dei fondi richiesti, dando luogo al blocco del sito di crowdfunding Goteo per alcune ore [es]. |
9 | ইতোমধ্যেই অনেকটা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উদ্যোক্তারা আর কোন অর্থ দান না করতে বলেছেন। | Gli organizzatori hanno chiesto di non donare altro denaro per ora, dal momento che l'obiettivo è stato di gran lunga raggiunto. |
10 | গণতহবিল প্রকল্পের জন্যে সক্রিয় করা ওয়েবসাইটটি [স্প্যানিশ ভাষায়] এই প্রকল্পের প্রণোদনা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছে: | Il sito dedicato al progetto di crowdfunding [es] spiega la motivazione e l'obiettivo che hanno portato alla creazione di questo programma: |
11 | এই ক্ষেত্রে এটা আমাদের কাছে স্পষ্ট যে ব্যাংকিয়ার জালিয়াতির জন্যে দায়ী রাতো এবং অন্যান্য কর্মকর্তাদের কারাগারে আনার উদ্যোগটি আইন প্রণেতারা সহজেই সমর্থন করবেন না। | L'articolo 119 della costituzione spagnola stabilisce che la giustizia deve rimanere gratuita nei casi previsti dalla legge e, in ogni caso, deve rimanere tale per tutti coloro che hanno scarsi mezzi economici. |
12 | বাস্তবে আমাদের কাছে বিশাল পরিমাণ টাকা না থাকায় এই প্রক্রিয়াটি কোনভাবেই কাজে লাগবে না। | In questo caso è chiaro che mandare in prigione Rato e gli altri dirigenti, responsabili della frode di Bankia, non è un'iniziativa facile da portare avanti a livello legale. |
13 | অল্প কথায়, আমরা রাস্ট্রের হাতিয়ারগুলোর উপর ভরসা করতে পারবো না যন্ত্রের উপর গণনা করতে সক্ষম হবে না (আমরা যে তাদের খুব একটা বিশ্বাস করি তা নয়)। | Il fatto di non avere il denaro sufficiente per un successo del genere non torna certo d'aiuto. |
14 | এবং তারা মনে করে অর্থের অভাবে আমরা এটা করতে পারবো না। | In breve, non possiamo contare sugli strumenti dello Stato (non che ci crediamo molto…). |
15 | কিন্তু তারা জানে না যে আমরা অনেক এবং আমাদের প্রত্যেকের ছোত ছোট অবদানেই আমরা এটা করে ফেলতে পারবো। গোতেওর ব্যানার | E loro pensano che non potremo farcela perchè abbiamo pochi soldi, ma quello che non sanno è che siamo in tanti e che, con un piccolo contributo da ognuno di noi, ce la faremo. |
16 | স্টেফ. এস[স্প্যানিশ] ব্লগে @ফানেতিন ব্যাখ্যা করেছেন টাকা কিভাবে ভাগ হবে: | Il banner di Goteo per la campagna di crowdfunding per fare causa a Rodrigo Rato. |
17 | নিঃসন্দেহে স্পেনে অর্থনৈতিক সংকটের জন্যে দায়ীদের বিচার করার জনপ্রিয় উদ্যোগ এখনও চালু রয়েছে এবং যেকোন সময়ের তুলনায় শক্তিশালী। | Nel suo blog @fanetin spiega [es] come verranno suddivisi i fondi raccolti: Ovviamente l'iniziativa popolare per fare causa ai responsabili della crisi economica in Spagna è ancora attiva e più forte che mai. |
18 | ১৫এমপারাতো [স্প্যানিশ ভাষায়] ওয়েবপেজে যেমন পড়া যাবে: | Come si può leggere su 15mparato [es]: |
19 | আমরা তার কারাদণ্ড এবং বেআইনিভাবে স্টক প্রদান করে অর্জন করা পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ করবো। | Intraprenderemo azioni penali e civili contro i membri del consiglio d'amministrazione di Bankia, nel periodo in cui era presieduto dal sig. |
20 | তারা চার লক্ষ বিনিয়োগকারীকে - বেশিরভাগ ক্ষেত্রেই, ব্যাংকের গ্রাহকদের - অর্থ প্রতারণা করেছে এবং রহস্যজনকভাবে সেগুলো এখন লা-পাত্তা হয়ে দেশটিকে দেউলিয়া হবার দ্বারপ্রান্তে টেনে এনেছে। | Rodrigo Rato, e contro il consiglio di amministrazione del Banco Financiero y de Ahorros, la matrice tossica e dannosa che fece da garante per lo Stato. Chiediamo l'arresto e il sequestro della sua proprietà che corrisponde alla somma ottenuta dall'emmissione illegale di azioni. |
21 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ এর অংশ। | Sono stati truffati 400.000 investitori - in molti casi clienti della banca - di tutto il loro denaro e ora, misteriosamente, è andato, trascinando il paese sull'orlo del fallimento. |