Sentence alignment for gv-ben-20130707-37225.xml (html) - gv-ita-20130708-81795.xml (html)

#benita
1বৃষ্টিতে নৃত্যের জন্য পাকিস্তানে মা, মেয়েকে গুলি করে হত্যাPakistan: madre e figlie uccise per aver ballato sotto la pioggia
2গিলগিটের ছোট শহর কিলাসে একজন মা ও তাঁর বয়ঃসন্ধিকালে থাকা দু'টি মেয়েকে পাঁচজন মুখোশধারী লোক তাঁদের বাড়িতে ঢুকে গুলি করে মেরেছে। এটিকে পাকিস্তান সম্মান রক্ষার্থে হত্যা করা হতে পারে বলে রিপোর্ট করেছে।Una donna e le sue due giovani figlie sono state uccise [en, come tutti i link a seguire] a colpi di pistola dopo che 5 uomini a viso coperto hanno fatto irruzione nella loro abitazione situata nella piccola cittadina di Chilas, nel Gilgit, Pakistan - un omicidio apparentemente motivato da questioni d'onore.
3২৪ জুন, ২০১৩ তারিখে পনের ও ষোল বছর বয়সী দু'টি মেয়েকে খুনের লক্ষ্যবস্তু করা হয় একটি মোবাইল ফোনে ভিডিও দেখে, যেখানে তাঁরা তাঁদের বাগানে বৃষ্টিতে ভেজা উপোভোগ করছিল। ভিডিওটি স্থানীয় ভাবে ছড়িয়ে পড়ে এবং এটিকে পরিবারটির সম্মানহানিকর একটি ব্যপার বলে মনে করা হয়।Le due ragazzine, di 15 e 16 anni, sono state uccise il 24 giugno scorso in seguito alla diffusione di un video in cui ballavano sotto la pioggia nel loro giardino, e che pare sia stato interpretato come un affronto all'onore della famiglia.
4কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বলছে মেয়ে দু'টির খুনী তাঁদের সৎভাই খুতর, যে এই ভিডিওটি দেখে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তাঁর ধারনা মতে সে তাঁর পরিবারের সম্মান পুনরুদ্ধারের জন্য তাঁর চারজন বন্ধুর সাহায্য নেয়।Secondo le autorità, l'autore del delitto è il fratellastro delle ragazzine, Khutore, il quale ha perso la ragione dopo aver visto il video, ed ha ingaggiato quattro amici per ripristinare, secondo il suo punto di vista, l'onore della famiglia.
5এ পর্যন্ত তাঁর বন্ধুরা ধরা পরেছে এবং তাঁদের অপরাধ স্বীকার করেছে, কিন্তু খুতর এখনও মুক্ত।Gli amici sono stati arrestati e hanno confessato l'omicidio, ma Khutore è ancora latitante.
6পাকিস্তানের মানবাধিকার কমিশনের বার্ষিক রিপোর্ট অনুযায়ী “পাকিস্তানে নারীর বিরুদ্ধের সহিংসতার সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং ঘৃণ্য রূপ” হচ্ছে সম্মান রক্ষার্থে হত্যা।Secondo il rapporto annuale della Commissione per i Diritti Umani del Pakistan, i delitti d'onore sono “la più ripugnante forma di violenza contro le donne in Pakistan”.
7রিপোর্টটি বলছে, পরিবারের সম্মান রক্ষার নামে, ২০১২ সালে ৯১৩ জন নারীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৯৯ জন শিশুও রয়েছে।La relazione riporta che, nel 2012, 913 donne di cui 99 bambine sono state uccise per “avere infangato il nome della famiglia”.
8দুনিয়া ব্লগে পাকিস্তানে সম্মান রক্ষার্থে হত্যার কারন ব্যাখ্যা করে শফিকুল হাসান সিদ্দিকি লিখেছেনঃShafiqul Hassan Siddiqui ha esaminato le ragioni dietro al delitto d'onore in Pakistan sul blog Dunya:
9এটি প্রতিশোধের একটি ফলাফল।Deriva da un desiderio di vendetta.
10শতকরা ৯৫ ভাগ নারীকে উদ্দেশ্য করা হয়।Il 95% dei casi ha come vittime le donne.
11সামান্য বিষয়ে ওপর ভিত্তি করে, পরিবারের অন্যান্য সদস্যদের সম্মতিতে, পরিবারেরই কোন একজন সদস্য (বেশীরভাগ ক্ষেত্রে পুরুষ) একজন নারীকে হত্যা করে এবং শাস্তি দেয়।Uno dei membri della famiglia (spesso un uomo), con il consenso di altri parenti condanna e uccide la donna sulla base di pochi fatti.
12যে নারীর কারনে পরিবারটি অসম্মানিত হল, নিজেদের রক্ত হওয়া সত্ত্বেও তাঁকে উৎসর্গ করার এই মুহূর্তটি সমস্ত পরিবারটির জন্য গর্বের বিষয় হয়ে যায়।Per la famiglia sacrificare una figlia, se è causa di disonore, diventa un motivo di orgoglio.
13অনেকগুলো কারন আছে, যেগুলোকে সম্মান রক্ষার্থে হত্যার প্রধান ও মূল কারন বলে মনে করা হয়।Molte sono le ragioni che stanno alla base del delitto d'onore.
14অভিযুক্ত মোবাইল ভিডিওর স্ক্রিনশট, যেটি এইসব কিশোরী বোনদের হত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে।Fermo immagine del video che ha portato all'uccisione delle due giovani sorelle.
15নিউজমিডিয়া২৪ দ্বারা ইউটিউবে আপলোডকৃতIl video è stato caricato su YouTube da NewsMedia24
16নিউইয়র্ক টাইমসের পাকিস্তান ব্যুরোর প্রধান ড্যাকলান ওয়ালশ (@ড্যাকলানওয়ালশ) সাম্প্রতিক হত্যাটির সম্পর্কে এক প্রতিক্রিয়ায় টুইট করেছেনঃA proposito dell'omicidio, Declan Walsh (@declanwalsh), responsabile della sezione Pakistan per il New York Times, ha scritto su Twitter:
17@ড্যাকলানওয়ালশঃ সম্পূর্ণ উন্মাদনা - উত্তর পাকিস্তানে বৃষ্টিতে ভিজে উপভোগ করছে এমন ভিডিও দেখা যাওয়ায় দু'টি মেয়ে ও মাকে হত্যা করা হয়েছে। http://beta.dawn.com/news/1020576@declanwalsh: Pura follia - due ragazze e la madre uccise nel Pakistan settentrionale. La causa: un video che le ritraeva mentre si divertivano sotto la pioggia. http://beta.dawn.com/news/1020576
18লিঙ্গ ইস্যু বিষয়ক একজন ব্লগার লুবনা খান (@লুবনাজিগিয়ানি) হত্যাটি নিয়ে মন্তব্য করে বলেছেনঃLubna Khan (@Lubnagigyani), autrice di un blog sulle questioni di genere, ha commentato:
19@লুবনাজিগিয়ানিঃ ঘৃণ্য ধরণের একটি অপরাধ।@Lubnagigyani: Un CRIMINE atroce.
20কোন পরিস্থিতেই সম্মানীয় লোকেরা হত্যা করে না - পৌরুষপূর্ণ ব্যক্তির অহমিকা-প্রকাশই শেষ কথা।Uomini d'onore non uccidono per nessun motivo. Men che meno per questioni egoistiche o di machismo.
21“সম্মান রক্ষার্থে হত্যা” শব্দটিকে রাজনৈতিক ব্লগার জেশ (@জেশ) একটি ইস্যু হিসেবে নিয়েছেনঃZeesh (@zeesh2) si dichiara in disaccordo con il termine “delitto d'onore” sul suo blog che tratta questioni politiche:
22@জেশ২: সম্মান রক্ষার্থে হত্যা একটি অসার্থক নাম - একটি ভ্রান্ত উপদেশ দাতা আবেগ - যদি সত্যিকার অর্থে তাঁদের সম্মান থেকে থাকে, তবে তাঁদের নিজেদের হত্যা করা প্রয়োজন, অন্যদের নয়।@zeesh2: delitto d'onore è una denominazione impropria. Se avessero onore dovrebbero uccidere loro stessi piuttosto che altri.
23একটি বিক্ষোভে নারীদের ওপর সহিংসতা প্রদর্শনের একটি নাটক দেখানো হচ্ছে।Performance teatrale che rappresenta atti di violenza sulle donne durante una manifestazione.
24হাইদেরাবাদ, পাকিস্থান।- Hyderabad, Pakistan.
25ছবিঃ রাজপুত ইয়াসির।Immagine di: Rajput Yasir.
26কপিরাইটঃ ডেমোটিক্স [০৬/০৮/২০১১]Copyright Demotix (6/8/2011)
27@গ্যাড্রোশিয়ানঃ বেলুচিস্তানেও এধরনের অনেকগুলো ঘটনা রয়েছে, যেখানে স্কুল অথবা কলেজের ছবি প্রকাশিত হয়ে পড়ে। এবং মেয়েদের কলেজ থেকে বের করে দেওয়া হয়।Gedrosia (@gedrosian) della provincia del Balochistan scrive su Twitter che anche nelle aree conservatrici del Paese, la diffusione di video effettuati con i cellulari ha avuto tragiche conseguenze per alcune studentesse:
28সাম্প্রতিক এই হত্যাটির কিছুদিন আগের লেখাটিতে দ্যা ফিউচার, সম্মান রক্ষার্থে হত্যা বন্ধ করার সমাধানটি সংক্ষেপে বলেছেনঃ@gedrosian: ci sono stati numerosi casi nel Balochistan di ragazze espulse dalle scuole per la circolazione di foto che le riguardavano.
29আমি মনে করি বর্তমান ক্ষমতার ধারনাটি পরিবর্তন করতে পুরুষ সদস্যদের চিন্তা ধারায় একটি ব্যাপক বিপ্লব আনা প্রয়োজন।Qualche giorno prima della tragedia, il blog The Future esponeva possibili soluzioni per porre fine ai delitti d'onore:
30একটি লিঙ্গকে অন্যটির ওপর ক্ষমতায়ন না করে, বরং যৌথ লক্ষ্য অর্জনে, অনাগত বংশধররা যেন নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব করতে পারে এমন একটি উন্নত সমাজ ও উন্নত ভবিষ্যতের জন্য দু'টি লিঙ্গের মাঝে সমতা আনা, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের পূর্বশর্ত।Gli uomini devono rivoluzionare il loro modo di pensare perché il concetto di potere cambi. Data la situazione attuale, non dobbiamo dare più potere a un genere a discapito dell'altro, ma creare un equilibrio tra uomo e donna per raggiungere obiettivi comuni, costruire una società migliore e un futuro migliore per le generazioni successive, mostrandosi orgogliosi della propria cultura.