Sentence alignment for gv-ben-20100616-11311.xml (html) - gv-ita-20100627-21182.xml (html)

#benita
1জাপান: হুমকির মুখে সিনেমা হলগুলো “দি কোভ” এর প্রদর্শনী বাতিল করছেGiappone: minacce bloccano la proiezione del documentario “The Cove”
2প্রতিবাদকারীদের মধ্যে ডানপন্থীরা অস্কার বিজয়ী তথ্যচিত্র “দি কোভ” [ইংরেজী ভাষায়] প্রদর্শনের বিরোধিতা করছে।
3এদিকে তিনটি হল বা থিয়েটার এই তথ্যচিত্রটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে: এই বিতর্কিত ছবি যা ডলফিনদের নির্মমভাবে হত্যার দৃশ্য ধারণ করেছে, যা তাজির কাছে এক সাগরের খাঁড়ির মাঝ থেকে তোলা হয়েছে।In seguito alle proteste dei gruppi di destra, contrari alla diffusione [en, come tutti gli altri link, tranne ove diversamente indicato] del documentario premio Oscar “The Cove” [it], tre cinema hanno deciso di non proiettare la pellicola.
4তাজি, জাপানের দক্ষিণ উপকূলের এক ছোট্ট গ্রাম এবং ঐতিহাসিকভাবে এই এলাকা তিমি শিকারের উপর নির্ভরশীল। জাপানের সিনেমা হলগুলোতে জুনের শেষ সপ্তাহ এই ছবিটি প্রদর্শিত হবার কথা ছিল [ইংরেজী ভাষায়]।Il controverso film che narra la carneficina dei delfini nella baia di Taiji, un piccolo villaggio sulla costa meridionale del Giappone che storicamente vive della pesca delle balene, sarebbe dovuto uscire nelle sale giapponesi a fine giugno.
5কিন্তু বিতরণকারী প্রতিষ্ঠানে আসা বেশ কিছু হুমকি ও অফিসের সামনে করা প্রতিবাদের মুখে টোকিওর দুটি এবং ওসাকার একটি সিনেমা হল এটিকে প্রদর্শন করতে অস্বীকার করে।Ma dopo le minacce telefoniche e le proteste davanti alla casa di distribuzione, due cinema di Tokio e uno di Osaka hanno deciso di non proiettarlo.
6বাকী ২৩ টি হল এটিকে প্রদর্শন করতে রাজী হয়েছে, কিন্তু এখনো তার তারিখ নির্ধারণ করেনি।Uscirà ugualmente in altre ventitré sale, ma in data ancora da definire.
7যদিও সামান্য কয়েকজনেরই এই ছবি দেখার সৌভাগ্য হয়েছে তারপরে এই তথ্যচিত্রটিকে জাপানের অনেকেই জাপান বিরোধী হিসেবে কঠোরভাবে সমালোচনা করেছে।Il documentario è stato duramente criticato in Giappone e bollato come “anti-giapponese” da molti, sebbene pochi abbiano avuto l'opportunità di vederlo.
8এর সুনাম একে ছাড়িয়ে গেছে এবং এটি জাপানে কুখ্যাত ছবি হিসেবে পরিচিতি লাভ করেছে, যেটিতে একদল আমেরিকান জাপানের মাটিতে স্থানীয় জেলেদের বোকা বানিয়েছে এবং জাপানের ঐতিহ্যকে সমালোচনা করেছে।La sua reputazione l'ha preceduto ed è diventato famoso come il famigerato film dove un gruppo di americani arriva in Giappone, mette nel sacco i pescatori locali e critica le tradizioni giapponesi.
9কি নি নারু নিক্কির ব্লগার বলছে, সে উপলব্ধি করেছে এই প্রতিবাদের কারণ কি।Il blogger Ki ni naru nikki [ja] scrive di aver compreso i motivi della protesta.
10আমি বুঝতে পারি প্রতিবাদকারীরা কেন “দি কোভের” বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারণ জাপানী লোকেরা সাধারণত ডলফিনের মাংস খায় না…কিন্তু এই ছবিটি দেখার আমার সামান্য উৎসাহ রয়েছে… হয়ত আমি এই বইটি পড়বPosso capire chi protesta contro “The Cove”… perché i giapponesi normalmente non mangiano carne di delfino… ma sarei curioso di vederlo… forse leggerò il libro. Cartellone di ‘The Cove' di Christopher Carr.
11‘দি কোভ এর পোস্টার।Licenza CC.
12ছবি ক্রিস্টোভার কার-এর। সিসি লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।Finora l'unica proiezione di “The Cove” ha avuto luogo al Tokyo International Film Festival (TIFF) lo scorso novembre, nonostante l'iniziale rifiuto.
13এখন পর্যন্ত “দি কোভ” একমাত্র যেখানে প্রদর্শিত হয়েছে সেটি হচ্ছে, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টোকিও ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভাল বা টিআইএফএফ)। যদি প্রাথমিকভাবে সেখানে এই তথ্যচিত্রটিকে প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল [ইংরেজী ভাষায়]।Nel film, girato con attrezzature ad alta tecnologia come videocamere nascoste ad alta definizione, gli attivisti contrari alla pesca dei delfini hanno documentato di nascosto la carneficina di questi mammiferi marini e il mercato nero della loro carne, venduta come carne di balena.
14এই চলচ্চিত্র, যেখানে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যেমন ছদ্মবেশী উচ্চ প্রযুক্তির ক্যামেরা (ক্যামোফ্লোজ হাই ডেফিনেশন ক্যামেরা), ডলফিন শিকার প্রতিরোধ কর্মীরা গোপনে ডলফিনকে হত্যার দৃশ্য এবং কালোবাজারে তিমির মাংস বলে ডলফিনের মাংস বিক্রির দৃশ্য ধারণ করে।Hanno inoltre posto l'attenzione sui pericoli derivanti dal mercurio contenuto nella carne di delfino; la pericolosità per la salute di questo metallo pesante è ben nota in Giappone dopo il cosidetto incidente di Minimata [it]. Il blogger di umikarahajimaru [ja], che ha assistito al film durante il TIFF, lo critica per la sua parzialità ed eccessiva drammaticità.
15এছাড়াও তারা পারদের ব্যবহারের বিপদের উপর গুরুত্ব প্রদান করেছে, তথাকথিত মিনিমাতা ঘটনার [ইংরেজী ভাষায়] পর বিষয়টি জাপানে বেশ পরিচিত।Secondo lui, questo lo rende più un film da attivisti che un documentario giornalistico.
16উমিকারাহাজিমারুর ব্লগার যিনি টিআইএফএফ-এ ছবিটি দেখেছেন, দেখার পর এর পক্ষপাতের ধরন ও অতিরিক্ত আবেগী স্বরে নির্মানের কারণে এর সমালোচনা করেছেন।Ciò che più critico di questo film non è il fatto che racconti ciò che succede a Taiji, né chi lo ha realizzato, bensì chi è andato a guardarlo.
17তার মন্তব্যে এটা উঠে এসেছে যে, এই তথ্যচিত্র সংবাদ প্রদানের মত করে তৈরি করার বদলে একটিভিস্ট বা কর্মীদের লেখনীতে তৈরি হওয়া চলচ্চিত্রে পরিণত হয়েছে।In altre parole, il fatto che molti americani abbiano premiato come migliore documentario un film che secondo me non si può neppure definire un documentario.
18এই চলচ্চিত্রের যে দিকটির আমি সবচেয়ে বেশি সমালোচনা করব তা তাইজিতে যে ঘটনার কথা এই ছবি বলে সে বিষয়টির নয়, এমনকি কে এটা বানিয়েছে তাও নয়, অন্য কথায় বলা যায় অনেক আমেরিকানকে সেরা তথ্যচিত্র নির্মাতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে যা আমার দৃষ্টিতে এমনকি তথ্যচিত্র বলে অভিহিত করার যোগ্য নয়।
19এটি কোন ধরনের স্পস্ট প্রমাণ ছাড়াই দর্শকদের কাছে সহানুভূতির জন্য আবেদন তৈরি এবং তাদের সহানুভূতি অর্জন করে এবং এই তথ্যচিত্রে যুক্তির অভাব রয়েছে। […]Cerca di fare presa suoi sentimenti degli spettatori e conquistarsi la loro simpatia senza mostrare alcuna prova concreta e senza neanche seguire un vero filo logico. […]
20মনে হচ্ছে যে তাইজির লোকজন সিনেমা হল বা থিয়েটার থেকে এটিকে নামিয়ে ফেলতে চাইছে, কিন্তু এই কারণে মনে হচ্ছে যে তারা খারাপ কিছু লুকাতে চাইছে। এটার হয়ত ঠিক এর বিপরীত প্রভাব তৈরি করতে পারে এবং যে সমস্ত জাপানীরা এই ছবিটা দেখতে আগ্রহী তাদের সংখ্যা বাড়িয়ে ফেলতে পারে।A quanto sembra, gli abitanti di Taiji vogliono che ‘The Cove' venga bandito dalle sale ma, siccome potrebbe sembrare che tentino di nascondere qualcosa di negativo, ciò potrebbe sortire proprio l'effetto opposto e far crescere il numero di giapponesi interessati a vederlo.
21যদি তারা এই ছবিটিকে দেখতে দেয় এবং যদি ছবিটি প্রদর্শিত হয়, তা হলে হয়ত গুজব ছড়িয়ে পড়বে যে “ এটা “খুব বাজে ছবি' এবং এই সমস্ত গুঞ্জন চোখের পলকে হারিয়ে যাবে।Se lasciassero perdere e il film venisse proiettato, si potrebbe diffondere la voce che è ‘un film terribile' e tutto questo chiacchierare scomparirebbe in un batter d'occhio.
22প্রচারণায় প্রদর্শনের জন্য তৈরি ‘দি কোভের” সংক্ষিপ্ত অংশIl trailer di ‘The Cove'
23তবে ডানপন্থী কর্মী বা একটিভিস্টদের হুমকি সত্ত্বেও জাপানের জনগণ এই ছবির ব্যাপরে মত আলাদা করেনি ।Tuttavia, le azioni di minaccia degli attivisti di destra non lasceranno indifferenti i giapponesi.
24এই ঘটনায় অনেকে ২০০৮ সালের মত এক অবস্থায় রয়েছে, যখন তথ্যচিত্র ‘ইয়াসুকুনি' [ইংরেজী] (যা ইয়ুসুকুনি শিরিন বা সমাধিমন্দির সম্বন্ধে) সিনেমা হল থেকে একই ভাবে অপসারণ করা হয় [ইংরেজী ভাষায়] কারণ এটিকে “জাপান বিরোধী” তথ্যচিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। .Alcuni ricordano che qualcosa di simile avvenne nel 2008, quando il documentario ‘YASUKUNI‘ (su Yasukuni Shrine) fu bandito in un modo simile perché bollato come ‘anti-giapponese'. Allora, 55 intellettuali, giornalisti e registi giapponesi manifestarono la loro contrarietà alla cancellazione della proiezione.
25একই সময় জাপানের ৫৫ জন বুদ্ধিজীবী, সাংবাদিক, এবং চলচ্চিত্র নির্মাতা এই প্রদর্শন বাতিল করার বিরুদ্ধে অবস্থান নেবার ঘোষণা দিয়েছেন। তারা মত প্রকাশের স্বাধীনতা নীতি প্রয়োগের আবেদন জানিয়েছেন।Appellandosi al principio della libertà di espressione, emisero un comunicato congiunto nel quale si dichiaravano contrari alla censura del film e mostrarono il loro appoggio ai cinema e alle persone vittime delle azioni di minaccia.
26তারা এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে যেখানে তিনি বলছেন, তারা যে কোন চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ আরোপের বিপক্ষে এবং সেই সমস্ত চলচ্চিত্র এবং লোকজনকে সমর্থন জানাবেন, যারা হুমকির শিকার।renjakudo ha pubblicato il testo del comunicato [ja] nel suo blog. Se questi episodi diventano normali, alla fine sarà impossibile proiettare qualsiasi film controverso che potrebbe dividere l'opinione pubblica.
27রেনজাকুডো এই বিবৃতির লেখা তার ব্লগের মাধ্যমে আমাদের জানাচ্ছেন। যদি এই ধরনের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, তা হলে যে কোন বিতর্কিত চলচ্চিত্র প্রদর্শন করা অসম্ভব হয়ে পড়বে যা জনতার মতামতকে বিভক্ত করে ফেলতে পারে।Il fatto stesso che un film come questo, che ha trovato ampia distribuzione all'estero e che parla del Giappone, non possa essere proiettato qui, mostra quanto sia debole la ‘libertà di espressione' in questo Paese.
28বাস্তবতা হচ্ছে এ রকম একটি ছবি যা বিদেশের অনেক জায়গায় প্রদর্শিত হচ্ছে এবং জাপানকে তুলে ধরছে তা স্বয়ং জাপানে প্রদর্শন করা যাচ্ছে না, এতেই বোঝা যায় মত প্রকাশের স্বাধীনতা এই দেশে কতটা ক্ষণভঙ্গুর।Aggiornamento: il 18 giugno il documentario ha avuto online la sua ‘première' in Giappone, grazie al sito di condivisione video Niko Niko Doga, che ha dato accesso al film ai primi 2000 utenti che si sono collegati al sito.