Sentence alignment for gv-ben-20130411-35806.xml (html) - gv-ita-20130407-77146.xml (html)

#benita
1উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকিতে আরবে হাস্যরোলSarcasmo arabo e minacce nord-coreane
2যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সহ সেদেশের সামরিক ঘাটিতে উত্তর কোরিয়া পারমাণবিক হামলার হুমকি, আরব নেট নাগরিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছে।Le minacce da parte della Corea del Nord di colpire basi militari USA, incluse quelle sul proprio suolo, hanno scatenato particolare ilarità fra alcuni netizen arabi.
3প্যালেস্টাইনের ওলা আনান টুইট করেছে [আরবী ভাষায়]Il palestinese Ola Anan scrive su Twitter [ar]:
4@অলানান: [উত্তর] কোরিয়ার হুমকিতে আমার পিতার প্রতিক্রিয়া, বেশ তাদের একে অন্যের এলাকা দখল করুক, কিন্তু আমাদের শান্তিতে থাকতে দিক@olanan: La reazione di mio padre alle minacce [nord]coreane: “Lasciate che risolvano da soli i loro affaracci e lascino noialtri in pace.”
5সিরিয়ান দি ৪৭থ রসিকতা করেছে:Il siriano The 47th scherza:
6@দি ৪৭থ:যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার এই হুমকি যদি বুশের সময় প্রদান করা হয়, তাহলে ইতোমধ্যে সে কম্বোডিয়ায় হামলার হুমকি প্রদান করত।@THE_47th: Se la Corea del Nord avesse minacciato gli USA quando Bush era Presidente, questo avrebbe già ordinato di attaccare la Cambogia.
7#গডব্লেস#GodBless
8বিদ্রূপ: @হেশজ, এই ছবিটি প্রদর্শন করেছে যেখান দেখা যাচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাজ্যের মাঝে চলতে থাকা এই বাকযুদ্ধে কুয়েতের আমীর উল্লাস প্রকাশ করছে।In questo rifacimento di @Heshoz, l'Emiro del Qatar appare soddisfatto della continua guerra di parole tra Corea del Nord e USA.
9এদিকে লেবাননের লিলিয়ান এ লিখেছে :Mentre la libanese Liliane A. scrive:
10@ফাঙ্কি অজ্জি : আমি যেভাবে এটাকে দেখছি #উত্তর কোরিয়া হচ্ছে একটা শিশু যার আদর আর আলিঙ্গন দরকার।@FunkyOzzi: Dal mio punto di vista la #CoreadelNord è un bambino bisognoso di affetto e abbracci.
11সিরিয়ার হোমস থেকে হাদি আব্দুল্লাহ যোগ করেছে [আরবী ভাষায়]:Hadi Alabdullah di Homs, Siria, aggiunge [ar]:
12@হাদি আবদুল্লাহ: সিরিয়ার জাতীয় জোট একটি সিদ্ধান্ত নিয়ে গবেষণা করেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রাণঘাতী নয় এমন ও কৌশল গত সাহায্য প্রদান করার জন্য।@HadiAlabdullah: La Coalizione Nazionale Siriana è vicina alla decisione di fornire agli USA armi non letali e supporto logistico nella guerra contro la Corea del Nord.
13মিশরীয় ইব্রাহিম এলগারিহ এই সুযোগে নিজের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে মজা করতে ছাড়েনি:L'egiziano Ibrahim Elgarhi coglie al volo l'opportunità per ridicolizzare il Presidente scrivendo:
14@ইব্রাহিম_এলগারিহ: উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার অনুমোদন প্রদান করেছে আর এর মধ্যে দিয়ে কিম জং-উন বিশ্বের দ্বিতীয় নির্বোধ রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত হলেন।@Ibrahim_Elgarhi: La Corea del Nord promuove un attacco nucleare contro gli USA, questo è il motivo per cui Kim Jong-un è il secondo Presidente più stupido del mondo.
15হিশাম মানসুর এই ছবিটি প্রদর্শন করছে প্রদর্শন করেছে যেখান দেখা যাচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাজ্যের মাঝে চলতে থাকা এই বাকযুদ্ধে কুয়েতের আমীর উল্লাস প্রকাশ করছে।Hesham Mansour pubblica una foto in cui l'Emiro del Qatar appare soddisfatto della continua guerra di parole tra Corea del Nord e USA.
16আল জাজিরার টেলিভিশনের এই দেশটি আরব বসন্তের অনেক বিপ্লবে সহায়তা করেছে, এমনকি লিবিয়ায় সে তার সেনা পাঠিয়েছে।Il Qatar, Paese sede di Al-Jazeera, ha avuto un ruolo fondamentale nel sostegno della maggior parte delle rivolte della Primavera Araba, anche in Libia.
17এবং ফেসবুকের এক পাতা ব্রাদার প্লিজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রদান করা উত্তর কোরিয়ার হুমকি নিয়ে মজাদার ছবি এবং লেখা পোস্ট করেছে।Infine, su Brother Please, una pagina Facebook, alcuni utenti pubblicano foto e meme che ridicolizzano le minacce nordcoreane.
18এখানে তার একটি তুলে ধরা হল:Eccone un esempio:
19ব্রাদার প্লিজ-এর ফেসবুকের পাতায় কিম জং উন কে একজন জেহাদি হিসেবে চিত্রিত করা হয়েছে।Kim Jong-un nel ruolo di jihadista sulla pagina Facebook Brother Please.
20এর শিরোনামঃ কোন চুক্তি ছাড়াই পারমাণবিক [অস্ত্র] নিয়ে আমরা তোমাকে ধরতে আসছিLa didascalia recita : Stiamo arrivando da voi con [armi] nucleari ma senza un accordo.