# | ben | ita |
---|
1 | পুর্ব আর দক্ষিণ এশিয়া: কীটনাশক খেয়ে আত্মহত্যা স্বাভাবিক ঘটনা | Asia: suicidio facile con i pesticidi [Tutti i link dell'articolo sono relativi a risorse in lingua inglese] |
2 | সেপ্টেম্বরের ১০ তারিখে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এগিয়ে আসলেও, নতুন একটি গবেষণা দেখাচ্ছে যে এশিয়াতে কীটনাশক পানে প্রচুর আত্মহত্যা হয়ে থাকে। | Nell'imminenza del 10 Settembre, Giornata Mondiale della Prevenzione al Suicidio,un nuovo studio conferma l'elevato numero di suicidi per ingestione di pesticidi in molte nazioni asiatiche. |
3 | এই গবেষণা বিশ্বের বিভিন্ন আত্মহত্যার পদ্ধতিগুলো পর্যবেক্ষণ করে দেখছে যাতে এটা প্রতিরোধে কার্যকর উপায় বের করা যায়। | Lo studio analizza le modalità di suicidio più frequenti nel mondo onde aiutare le autorità preposte ad approntare adeguate strategie di prevenzione. |
4 | বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ৩০০০ লোক আত্মহত্যা করে। | Si verificano, in media, circa 3000 suicidi al giorno. |
5 | কীটনাশক পান তার মধ্যে বহুল প্রচলিত একটি উপায়। | L'ingestione di pesticidi è uno dei metodi più usati. |
6 | হিসেবে দেখা গেছে যে বিশ্বে প্রতি বছর ৩ মিলিয়ন কীটনাশক বিষক্রিয়ার ঘটনা ঘটে, যার ফলে ২৫০,০০০ এর বেশী মৃত্যু হয়। | Sono stimati intorno a tre milioni i casi di avvelenamento da pesticidi all'anno di cui oltre 250.000 portano alla morte. |
7 | এই নতুন গবেষণাসহ বিভিন্ন রিপোর্ট দেখিয়েছে যে এই সমস্যা গ্রাম্য এলাকায় প্রকট, বিশেষ করে এশিয়ার দেশসমুহে যেমন চীন, ভারত আর শ্রীলংকায়। | Diversi studi, incluso quest'ultimo, suggeriscono che il problema è particolarmente diffuso nelle aree rurali, soprattutto in Paesi asiatici quali Cina, India e Sri Lanka. |
8 | ভারতে, চাষাবাদের সংকট নিয়ে অনেক লেখা হয়েছে, যার ফলে অনেক কৃষক আত্মহত্যা করছে। | In India, la ragione principale sembra legata alla diffusa crisi dell'agricoltura, che induce molti contadini a togliersi la vita. |
9 | কেরেলা৮৮২১ তার ব্লগে কৃষকের অপ্রীতিকর অবস্থার কথা ব্যাখ্যা করেছেন: | kerala8821 spiega sul suo blog la difficile situazione degli agricoltori: |
10 | কৃষকরা দেনার দায়ে পড়ে গিয়েছিল উচ্চ কৃষি খরচ (অতিরিক্ত দামী তথাকথিত হাইব্রিড বীজ আর বহুজাতিক কোম্পানী দ্বারা বিক্রিত কীটনাশক) আর তাদের উৎপাদিত পণ্যের ভালো দামের অভাব। | “L'India ha visto molti suicidi di contadini negli ultimi anni. Può anche darsi che siamo in pieno boom economico, ma oltre 25.000 agricoltori si sono suicidati in India, per lo più ingerendo pesticidi, fin dal 1997. |
11 | আমদানিও কিছুটা প্রভাব ফেলেছে আর অনাবৃষ্টি তাদের কষ্ট বাড়িয়েছে। | La causa principale è l'impossibilità di far fronte ai debiti che li mette alla mercè degli usurai. |
12 | | I contadini soccombono ai debiti a causa di una combinazione di fattori dovuta agli alti costi di produzione (i costi esorbitanti dei semi ibridati, cosiddetti ad alto rendimento) e dei pesticidi venduti dalle multinazionali, e alla caduta dei prezzi per la loro produzione, in parte per via delle importazioni. |
13 | এইসব কৃষকদের জন্য পানি ও সেচ এখনও ব্যয়বহুল আর স্থানীয় সরকার তাদের কোন সাহায্য করেনি।” | La siccità peggiora ulteriormente le cose. L'irrigazione è troppo costosa per questi contadini e il governo statale non fa nulla per aiutarli.” |
14 | ভিনা সিথারামা আন্নাদানা একটি লেখায় বলেছেন যে আত্মহত্যার হার আসলে অনেক বেশী: | Un post di Veena Seetharama Annadanaa sostiene che in realtà il numero dei suicidi è ancora più elevato: |
15 | সরকারের স্বীকারোক্তি মতে, গত দশকে এক লাখের বেশী কৃষক আত্মহত্যা করেছে পশ্চিম মহারাষ্ট্র, মধ্য প্রদেশের কেন্দ্রভাগে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ আর কর্ণাটকে।” কেসইন্ডিয়াট্রিপস ২ ব্লগে লিখেছেন বিয়াঙ্ক৭৯ তার এই ধারনা প্রসঙ্গে যে যারা আত্মহত্যার চেষ্টা করেন তাদের অনেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না: | “Il rialzo del costo di semi, pesticidi e fertilizzanti ha costretto i contadini a contrarre debiti sempre maggiori, spingendoli svariate migliaia di loro al suicidio bevendo gli stessi pesticidi che li hanno portati alla bancarotta… …Per stessa ammissione del governo, oltre 100.000 coltivatori si sono suicidati nel corso degli ultimi dieci anni in quattro stati, ad occidente nel Maharashtra occidentale, al centro nel Madhya Pradesh, e nel sud in Andhra Pradesh e Karnataka.” |
16 | “আজ সকালে আমাদের শেষ আলোচনা ছিল ভারত আর আমেরিকার মধ্যে আত্মহত্যার উপায়ের তুলনা। | Su CaseIndiaTrips 2 brianc79 specula sul fatto che molti tra quanti tentano il suicidio non arrivano nemmeno in ospedale. |
17 | আমাদের মেডিকাল ওয়ার্ড আর আইসিইউতে যা আসে তা হলো টাইলানোল, হতাশানাশক আর সাধারণ ঔষধ। | “Nel dibattito di questa mattina, la nostra ultima discussione riguardava i tentati suicidi in India confrontati con quelli degli Stati Uniti. |
18 | কিন্তু সমাজে মনে হয় তার চেয়ে বেশী আছে কীটনাশক, সাজানের জন্যে বিষাক্ত বেরী ইত্যাদি উপায়। | Quello che arriva nelle nostre corsie d'ospedale e unità di terapia intensiva sono cose come l'abuso di Tylenol, anti-depressivi e prescrizioni mediche. |
19 | এটি কল্পনা করলে মাথা ঘুরে যায় যে কতোজন চেষ্টা করে, কিন্তু হাসপাতালে সেবার জন্য পৌঁছাতে পারে না, বা সেবা গ্রহণের সামর্থ নেই।” | Qui tendono a usare le cose reperibili nella comunità - pesticidi, bacche velenose usate come decorazioni, ecc. Già solo immmaginare quante persone tentino il suicidio, ma non ce la fanno a raggiungere ospedale per curarsi, o non possono permettersi tali cure, è sbalorditivo.” |
20 | ইন্ডিয়া ডেভেলাপমেন্ট ব্লগের সার্থক গৌরভ বলেছেন যে এইসব রাসায়নিক পন্যের সহজলভ্যতা এর জন্যে কিছুটা দায়ী: | Sarthak Gaurav, scrivendo su India Development Blog, sostiene che paret della responsabilità ricade sull'estrema facilità d'accesso a queste sostanze tossiche. |
21 | “বিদর্ভের মতো এলাকা যেখানে ভারতের সব থেকে বেশী কীটনাশক পানের নজির আছে সেখানে সরকারের উচ্চহারে ভর্তুকি দেয়া কীটনাশক প্রচুর পাওয়া যায়। এই রকম পরিস্থিতিতে দুর্গত কৃষকদের কীটনাশক পানে আত্মহত্যার হার এখানে তাই বেশী হতে বাধ্য। | “In luoghi come Vidarbha esiste la più alta densità di consumo di pesticidi in India, oltre alla diffusa prossimità con stati che offrono pesanti finanziamenti per il loro acquisto, e in tali condizioni è inevitabile che si verifichi un'ata incidenza di suicidi causati dal consumo di pesticidi da parte di agricoltori in miseria. |
22 | আমেরিকায় বাস্তবতায় এই কীটনাশককে শট গানও বলা যায়!” | È analogo alle sparatorie che spesso accadono negli Stati Uniti!” |
23 | এই ছবিতে ভারতীয় কৃষকদের আত্মহত্যা সমস্যা তুলে ধরা হয়েছে। | Questa foto è l'emblema del problema del suicidio fra i coltivatori indiani. |
24 | চীনেও কীটনাশক আত্মহত্যার উপায় হিসেবে বহু ব্যবহৃত। | I pesticidi contribuiscono ai suicidi anche in Cina. |
25 | একটি নিরীক্ষায় দেখা গেছে যে চীনের গ্রামাঞ্চলে ৬০% আত্মহত্যা এইভাবে হয়, আর একটি রিপোর্টে দেখা গেছে যে শুধুমাত্র চীনেই বছরে কীটনাশক পানে ১৭৫০০০টি মৃত্যু হয়, বেশীরভাগ কৃষিপ্রধান এলাকায়। | Uno studio riporta che al loro utilizzo è dovuto oltre il 60% dei suicidi nella Cina rurale, mentre un altro stima che ogni anno 175.000 morti siano dovute ai pesticidi, per lo più nelle comunità agricole, soltanto in Cina. |
26 | প্লিজ হেল্প বার্মা ব্লগের একটি লেখায় ব্যাখ্যা করা হয়েছে চীনের আত্মহত্যার হার কিভাবে একটা ধারা প্রকাশ করেছে: | Un post sul blog Please Help Burma spiega come il tasso di suicidi in Cina riveli una particolarità sociale: |
27 | “চীন একমাত্র দেশ যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের আত্মহত্যার মাত্রা বেশী। | “La Cina è l'unico Paese in cui il tasso di suicidi femminili è superiore a quello maschile. |
28 | ৯০% এর মতো চীনা মহিলা যারা গ্রামের দিকে আত্মহত্যা করে তাদের কাছে বিষাক্ত কীটনাশক সহজলভ্য।” | Circa il 90% delle donne cinesi che si suicidano vivono in campagna, dove hanno facile accesso ai pesticidi letali”. |
29 | চায়নাবাঊন্ডার তার বই থেকে অংশবিশেষ তুলে ধরেন, বলেছেন যে চীনে গ্রামীণ অঞ্চলে আত্মহত্যার মূল কারন দারিদ্র আর গৃহ নির্যাতন যা মহিলাদের সব থেকে বেশী আঘাত করে। | Chinabounder, pubblicando alcuni brani dal suo libro rivela che la causa più comune di suicidio nella Cina rurale sono la povertà e gli abusi domestici, che hanno un impatto maggiore sulle donne. |
30 | তিনি লিখেছেন: | Egli scrive: |
31 | “এই সমস্যা স্বীকার করে কৃষি মন্ত্রণালয়ের একজন উপ পরিচালক লিউ ডেঙ্গাও বলেছেন যে তার মন্ত্রণালয় অতি বিষাক্ত কীটনাশক উৎপাদন সীমিত করবে, বীজের রঙ আর গন্ধ পরিবর্তন করবে, রাসায়নিক বস্তু অল্প পরিমানে প্যাকেট করবে, আর জনগণকে কীটনাশকের সঠিক ব্যবহার আর সংরক্ষণ বিষয়ে শিক্ষা দেবে।” | “Prendendo atto di questo problema, Liu Denggao, un vice direttore del Ministero dell'Agricoltura, dichiarò che il suo ministero avrebbe ristretto la produzione di quelli più velenosi, cambiato colore e odore dei veleni, confezionandoli in piccole dosi e lanciato campagne informative su corretto uso e conservazione dei pesticidi”. |
32 | কিন্তু তিনি যোগ করেছেন: | Tuttavia aggiunge: |
33 | “দোকানের বাইরে জীবননাশক কীটনাশক পাওয়া যায়, বাড়ীতে ঠিকমতো রাখা হয়না, আর ক্ষনিকের রাগ বা হতাশার কারনে এই কম মূল্যের প্রতিশোধের উপায় সহজে বেছে নেয়ার সুযোগ থাকে।” | “I pesticidi letali oggi sono liberamente disponibili sugli scaffali, conservati in casa in modo inadeguato, e questa risposta semplicistica e veloce è quella tipica a cui si ricorre nei momenti di rabbia e depressione.” |
34 | | In risposta all'alto tasso di suicidi, la Corea del Sud annuncerà misure preventive, di cui alcune sono relative ai pesticidi. |
35 | উচ্চ আত্মহত্যার হারের কারনে দক্ষিণ কোরিয়া রক্ষণাত্মক ব্যবস্থা ঘোষণা করবে, যার মধ্যে কিছু কীটনাশকের সাথে সম্পর্কিত। | Nel 2005 il tasso di suicidi della Corea del Sud è stato il più elevato fra i paesi dell'Organizzazione Mondiale per lo Sviluppo e la Cooperazione Economica (OCSE). |
36 | ২০০৫ সালে ওইসিডি দেশেগুলোর মধ্যে দক্ষিন কোরিয়ার আত্মহত্যার হার সব থেকে বেশী ছিল। | honeydhynnes discute alcune delle cause del tasso di suicidi in Corea. |
37 | দক্ষিন কোরিয়ার উচ্চ হারের আত্মহত্যার কিছু কারন হানিঢাইন্স আলোচনা করেছেন: … আমার গবেষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার আত্মহত্যা মৃত্যুর চতুর্থ সর্বোচ্চ কারন। | “Buttarsi sotto i treni della metropolitana e prendere pesticidi sono alcuni dei modi, per citarne alcuni, per uccidersi… …Secondo la mia ricerca i suicidi sono la quarta causa di morte in Corea del Sud. |
38 | এই হার পরিবর্তনশীল আর সংঘাতময় লিঙ্গের ভূমিকা, অর্থনৈতিক কষ্ট আর গৃহ নির্যাতনের প্রতিচ্ছবি। | È un riflesso del cambiamento e dei conflitti nei ruoli di genere, delle avversità economiche e della violenza domestica. |
39 | কিন্তু এটা মানসিক রোগ আর অন্যান্য সামাজিক কারন যা বিশেষভাবে এই পরিসংখ্যানে অবদান রাখে তাদের গুরুত্ব কমিয়ে দেয়।” | Tuttavia è in riduzione il ruolo della malattia mentale e di altre condizioni sociali che contribuiscono in modo significativo alle statistiche.” Sul suo blog Alex Schadenberg elenca le nuove disposizioni. |
40 | অ্যালেক্স শাডেনবার্গ তার ব্লগে কোরিয়ান সরকারের নতুন ব্যবস্থা সম্পর্কে বলেছেন: | “Il governo ha deciso di attivare delel misure dieci diversi dipartimenti governativi onde ridurre il tasso di suicidi. Il piano completo sarà comunicato la prossima settimana. |
41 | | Le azioni previste includeranno: - costruzione di porte di protezione alle fermate dei treni nelle stazioni; - norme più restrittive per la vendita di pesticidi e altri veleni; - miglioramenti nei sussidi sociali; - blocco dei siti Internet che inneggiano al suicidio.” |
42 | প্যাসিফিক থটস এ সাইমন হ্যাচার উল্লেখ করেছেন যে কিছু দরকারী পদক্ষেপ এখনো বাদ আছে: | Su Pacific Thoughts Simon Hatcher nota come, tuttavia, come siano ancora assenti alcune misure essenziali. |
43 | “আশ্চর্যজনক যে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার ভুমিকা বা আত্মহত্যা প্রতিরোধে প্রাথমিক চিকিৎসার কথার উল্লেখ নেই। | “È curioso che non si citi per nulla il ruolo dei servizi per la salute mentale o per l'assistenza primaria nella prevenzione del suicidio. |
44 | এই পরিকল্পনা বিশ্ব আত্মহত্যা দিবস সেপ্টেম্বর ১০ তারিখে ঘোষণা করা হবে- আশা করি অন্যান্য দেশ কিভাবে এটা করছে তারা তা দেখছে।” | Le misure saranno annunciate nella giornata mondiale del suicidio il 10 settembre prossimo - spero che guardino cosa stanno facendo altri Paesi.” La foto Danger, Pesticides è di colinbrown, ripresa da Flickr. |