Sentence alignment for gv-ben-20110917-20007.xml (html) - gv-ita-20110916-45350.xml (html)

#benita
1ইরানঃ নারী ব্লগারকে শাস্তি হিসেবে ৫০ বার বেত্রাঘাত করা হয়েছেIran: 50 frustate per aver insultato il ‘rispettabilissimo presidente'…
2১৪ সেপ্টেম্বর, ২০১১-এ ইরানের এভিন কারাগারে ৫০ টি বেত্রাঘাতের পর ইরানের নারী ব্লগার সোমাইয়ে তৌহিদলো তার ব্লগে এই কথা গুলো লিখেছে [ফার্সী ভাষায়]:Queste sono le parole di Somayeh Tohidloo in un recente post [fa] dopo aver ricevuto 50 frustate nel carcere di Evin l'altro ieri, 14 settembre scorso:
3আপনারা সুখী হউন, যারা আমাকে অপমান করতে চেয়েছেন।Spero siate contenti!
4আমি স্বীকার করছি যে এখন আমার পুরো শরীর অপমানে জর্জরতি।Se il vostro scopo era quello di umiliarmi, sappiate che sento tutto il corpo soffrire annientato.
5সোমাইয়ে তৌহিদলোSomayeh Tohidloo
6সোমাইয়ে ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনে, প্রার্থী মীর হুসেন মৌসাভী-এর পক্ষে সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করছিল, এবং ২০০৯ সালে যখন ইরানে এক গণ আন্দোলন ছড়িয়ে পড়ে সে সময় তাকে ৭০ দিনের জন্য কারাগারে বন্দী রাখা হয়।Somayeh, attivista durante le elezioni presidenziali del 2009 a sostegno di Mir Hussein Mousavi [en], in quel periodo è stata incarcerata [en] per 70 giorni, in seguito alle proteste popolari insorte nel Paese. Venne poi rilasciata dietro pagamento di una cauzione e la sentenza di fustigazione fu sospesa.
7পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু ঘটনাক্রমে তাকে বেত্রাঘাত করা হল।Tra le varie reazioni, sul blog Green City si legge [fa]:
8গ্রীন সিটি লিখেছে [ফার্সী ভাষায়]:Questo è l'Iran!
9ইরানে সোমাইয়ে তৌহিদলোর মত পিএইচডি ডিগ্রীধারীকে বেত্রাঘাত করা হয়, সেখানে ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতারণা ঘটনা ঘটেছে [ লেক উরমিয়া নামক হ্রদের ঘটনায়] এবং এই প্রতারণার ঘটনায় কাউকে শাস্তি প্রদান করা হয়নি।Un posto dove Somayeh Tohidloo, ricercatrice laureata, viene frustata mentre si compie tranquillamente una frode da 3 miliardi di dollari [riguardo il lago Urmia, en] e non si fa nulla per punire gli atti criminosi.
10গোমানামিয়ান ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়]:Il blog Gomnamian rilancia così [fa]:
11সোমাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, সে আহমাদিনেজাদকে অপমান করেছে… আমি দেখতে পাচ্ছি, এক মানব্‌ এক অপরাধীর বিরুদ্ধে পোস্ট লেখার কারণে বেত্রাঘাতের মত শাস্তির শিকার হল।Somayeh è stata accusata di offesa ad Ahmadinejad… Sono rimasto inorridito nel veder frustare un essere umano per aver scritto un post su un criminale.
12আজারমেহের লিখেছে:Un altro blogger, Azarmehr, scrive:
13Oggi, la pagina di facebook di Somayeh è stata inondata di messaggi di incoraggiamento.
14আজ সোমাইয়ে-এর ফেসবুকের পাতা, সমর্থকদের সমর্থন বার্তায় ভরে গেছে, খাতামির প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ আলি এবতাহি লিখেছে, “যারা সোমাইয়ে তৌহিদলোকে চেনে, তারা তাকে যৌক্তিক, বিনম্র এবং দৃঢ় চরিত্রের এক প্রতীক বলে মনে করে, আজ আমরা যখন শুনলাম যে ‘অত্যন্ত সম্মানিত রাষ্ট্রপতিকে' অপমান করার জন্য তাকে ৫০ টি বেত্রাঘাত করা হয়েছে, আমি মনে করি এতে সোমাইয়ে-এর দেহে নয়, ইরানের গর্বে বেত্রাঘাত করা হয়েছে।Mohammad Ali Abtahi, ex consulente di Khatami, scrive: “Tutti conoscono Somayeh Tohidlou, vedono in lei un simbolo di buon senso, moderazione e carattere. Oggi, quando ho saputo che le avevano dato 50 frustate per aver insultato il ‘rispettabilissimo presidente', ho capito che era l'orgoglio iraniano ad essere stato flagellato e non il corpo di Somayeh.
15সোমাইয়ে, কেবল তুমি একমাত্র ব্যক্তি যে এই শাস্তির ঘটনায় অপমানিত হওনি”। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বেশ কিছু ব্লগারকে জেলে পাঠিয়েছে।Somayeh, tu sei la sola a non essere stata umiliata dalle conseguenze di questa sentenza.”
16ওমিদ রেজা মিরসায়াফি, ইরানের এক ব্লগার। ১৮ মার্চ, ২০০৯ সালে সে কারাগারে বন্দী থাকা অবস্থায় এক রহস্যজনক ঘটনায় মৃত্যু বরণ করে।Negli utlimi anni la Repubblica Islamica dell'Iran ha arrestato [en] molti blogger, e Omid Reza MirSayafi [it] è morto in prigione il 18 marzo 2009 in circostanze mai chiarite.