# | ben | ita |
---|
1 | গ্রিসের কুখ্যাত করডালোস কারাগারে বন্দীর আত্মহত্যা | Grecia: suicidio di un detenuto nella prigione di Korydallos |
2 | গ্রিসের করডালোস কারাগারে রোগীদের একটি ওয়ার্ড। | Uno dei reparti presso l'ospedale della prigione di Korydallos in Grecia. |
3 | ছবিটি টুইট করেছেন @কোলাসটিরিও | Immagine pubblicata su Twitter da @kolastirio |
4 | একজন কারাবন্দীর আত্মহত্যার মাধ্যমে ফের আরেকবার গ্রিক কারাগারের সংকীর্ণ এবং জনবহুল পরিস্থিতির প্রতি সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে। | E' ancora una volta il suicidio di un detenuto ad attirare l'attenzione sulle condizioni disastrate delle anguste e sovraffollate carceri greche. |
5 | “ΚΟΛΑΣΤΗΡΙΟ ΚΟΡΥΔΑΛΟΥ” (করিডালোস হেলহোল) নামের টুইটার প্রোফাইলে প্রথম রিপোর্ট করা হয়েছে যে ৪৩ বছর বয়সী একজন কারাবন্দী গত ৬ এপ্রিল, ২০১৪ তারিখে তাঁর জুতার ফিতা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। | Il profilo “ΚΟΛΑΣΤΗΡΙΟ ΚΟΡΥΔΑΛΟΥ” (Korydallos, la porta dell'Inferno) su Twitter, creato da alcuni detenuti nell'ospedale del carcere di Korydallos in sciopero della fame, è stato il primo a diffondere la notizia che il detenuto di 43 anni si era impiccato con i lacci delle proprie scarpe il 6 Aprile 2014. |
6 | কর্মকর্তারা পরে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং আইন মন্ত্রনালয় এ বিষয়ের তদন্ত করার নির্দেশ দিয়েছে। | Gli ufficiali in seguito hanno confermato la morte, e il Ministero della Giustizia ha ordinato un'indagine. |
7 | মৃত - আমাদেরকে সাহায্য করুন - কারাবন্দী ভাইদের আত্মহনন - সে নিজেই ফাঁস নিল এবং মারা গেল - তাঁর নাগাল ধরতে পারলাম না - সাহায্য করুন - সাহায্য করুন | |
8 | সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। | [greco, come tutti i link seguenti, salvo diversa indicazione] |
9 | সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কারাবন্দী লোকটি সাহায্য চেয়ে যে ডিজিটাল ফোনটি করেছিল তা বার বার টুইট করে সবার কাছে ছড়িয়ে দিয়েছেন। | MORTO - PER FAVORE AIUTATECI - RAGAZZI, UN DETENUTO SI E' SUICIDATO - SI E' IMPICCATO ED ORA E' MORTO - NON ABBIAMO POTUTO SALVARLO - AIUTO - AIUTOOOOOO |
10 | ঐ নির্দিস্ট কারাগারে হাসপাতাল শাখায় কারাবন্দী লোকটি ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে অনশন করছিলেন। | La notizia si è diffusa rapidamente sui social media, con utenti che hanno ritrasmesso su Twitter la richiesta di aiuto da parte dei prigionieri. |
11 | তাদেরকে জোর করে এক আতঙ্কজনক পরিস্থিতিতে বাঁচিয়ে রাখার প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেন। | I detenuti ricoverati nell'ospedale di questa prigione sono ormai in sciopero della fame dal 16 Febbraio, in protesta contro quelle che definiscono le sconcertanti condizioni in cui sono costretti a vivere. |
12 | গত মাসে ইউরোপ কাউন্সিল কারাগার হাসপাতালের সুযোগ সুবিধার দ্রুত উন্নয়ন চায়। | Il mese scorso, il Consiglio d'Europa [it] ha esortato a provvedere ad un rapido miglioramento delle strutture ospedaliere del carcere. |
13 | স্বাস্থ্য সেবা দিতে সবার প্রতি বিশেষভাবে সমান সহানুভূতি পূর্ণ আচরণের নিশ্চয়তাকারী লিলিয়ান মাউরি পাসকুয়ার প্রচার মাধ্যমকে বলেছেন, “[করডালোস] হাসপাতালটি ৬০ শয্যা বিশিষ্ট হলেও বর্তমানে ২০০ কারাবন্দী এখানে চিকিৎসাধীন আছেন। | Il Rappresentante Speciale delle Nazioni Unite responsabile dell'accesso equo alle cure mediche, Liliane Maury Pasquiere, ha dichiarato ai giornalisti [en] che “l'ospedale di Korydallos, costruito per ospitare un massimo di 60 persone, al momento accoglie 200 detenuti, la maggior parte dei quali sembrerebbe essere positiva all'HIV o soffrire di malattie contagiose, come la tubercolosi e l'epatite”. |
14 | সকলের জানা মতে, এদের মধ্যে বেশিরভাগই এইচআইভি ভাইরাস অথবা যক্ষ্মারোগ এবং হেপাটাইটিসের মতো সংক্রামক রোগে আক্রান্ত।” | I detenuti hanno regolarmente raccontato lo squallore della struttura, dichiarando come siano addirittura costretti a supplicare per poter ottenere cure mediche. |
15 | জঘন্য আবর্জনাবহুল অবস্থা নিয়ে কারাবন্দীরা চিকিৎসা সেবা পেতে রীতিমত ভিক্ষুকে পরিণত হয়েছেন বলে নিয়মিতভাবে রিপোর্ট করেছেন। | |
16 | তাদের অভিযোগ অনুযায়ী, হাসপাতালের পরিস্থিতি এতোটাই খারাপ যে, রাষ্ট্র পক্ষের একজন আইনজীবী একবার হাসপাতালে প্রবেশ করতে এবং কারাগার শাখাটি পরিদর্শন করতে প্রত্যাখ্যান করেছেন। | |
17 | কারন, তাঁর “পরিবার আছে।” রিপোর্টে একটি দাপ্তরিক তদন্তের ঘোষণা প্রকাশ করার পিছু পিছু এই আত্মহত্যার খবরটি এসেছে। | Secondo i loro racconti, la situazione sarebbe così tragica che addirittura un pubblico ministero si sarebbe rifiutato di entrare nella struttura detentiva per un'ispezione dichiarando di “avere famiglia” [en]. |
18 | রিপোর্টে বলা হয়েছে, ইলি কারেলি নামের একজন আলবেনীয় কারাবন্দীকে গ্রিসের উত্তরাঞ্চলে অবস্থিত নিগরিতা কারাগারে বিচ্ছিন্ন একটি কক্ষে একা আলাদা করে রাখা হয়। এই অবস্থায় মারা যাওয়ার আগে তাকে দুই ঘন্টা ধরে মারধর করা হয়। | La notizia del suicidio è arrivata poco dopo l'annuncio [en] di un'indagine ufficiale su rapporti che raccontavano di un detenuto albanese, Ilie Kareli, il quale sarebbe stato torturato per due ore consecutive nel carcere di Nigrita, nel nord della Grecia, per poi morire in isolamento. |
19 | #কলাস্তিরিও (নরকগর্ত) শিরোনামের হ্যাশট্যাগটির অধীনে গ্রিক টুইটার ব্যবহারকারীরা দেশটির কারাগার ব্যবস্থাপনা এবং এর উন্নয়ন নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে মন্তব্য করেছেনঃ | Gli utenti di Twitter greci hanno adoperato l'hashtag #kolastirio (porta dell'inferno) per commentare il sistema carcerario del Paese e la mancanza di iniziativa da parte del governo per migliorare le condizioni dei detenuti: |
20 | আরও একজন অসুস্থ লোক এই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। | Un altro uomo malato si è impiccato, incapace di sopportare un giorno di più all'Inferno. |
21 | “নরকগর্ত” নামটি সত্যিই বাস্তবতাকে প্রতিফলিত করছে। | Il termine “porta dell'inferno” rispecchia la realtà. |
22 | সরকারের কেউ (তাদের মতে) “দ্বিতীয় শ্রেণীর একজন নাগরিকের” মৃত্যুতে পদত্যাগ করবেন এমনটি আশা করবেন না। | Non vi aspettate che qualche rappresentante del governo si dimetta a causa della morte di un “cittadino di seconda classe” (secondo il loro punto di vista). |