# | ben | ita |
---|
1 | আলোকচিত্রঃ ফিলিপিনে টাইফুনে বেঁচে থাকা লোকজন খাবার, পানি ও সাহায্যের জন্য মরিয়া | Filippine: i sopravvissuti al tifone hanno disperato bisogno di cibo, acqua e aiuto |
2 | অন্যতম ক্ষতিগ্রস্ত প্রদেশ সামার-এর বালাংগিগার একটি রাস্তার চিত্র। | Una strada a Balangiga, Samar. Una delle provincie più colpite. |
3 | ছবি- ওটোনোমো এসআর আবেলার এমোনোর ফেসবুক থেকে। | Foto di Autonomo Sr Abellar Amano, Facebook |
4 | ফিলিপিন্সের সুপার টাইফুন হাইয়ান (ইওলান্ডা) কবলিত হয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীর মাঝে দ্রুততার সাথে এবং সঠিকভাবে সাহায্য পৌছাচ্ছে না। | Gli aiuti non arrivano con modalità e tempistiche adeguate alle comunità [en, come i link seguenti] che sono sopravvissute al tifone Haiyan (Yolanda), nelle Filippine. |
5 | বেচে যাওয়া অনেকেই অভিযোগ করছেন যে সরকার কর্তৃক প্রতিশ্রুত ত্রাণসামগ্রী তারা এখনো পান নি। | Molti sopravvissuti lamentano di non aver ricevuto ancora gli aiuti umanitari da parte del governo. |
6 | গত শুক্রবার ভিসায়াত দ্বীপে হাইয়ানের আঘাতে সৃষ্ট ঝড়ে ১,৫০০ জনেরও বেশি লোক নিহত হয়। | Haiyan si è abbattuto venerdi scorso sulle isole Visayas, scatenando una tempesta che ha ucciso più di 1500 persone. |
7 | দুর্গম এ তীরবর্তী শহরের প্রকৃত চিত্র এখন পর্যন্ত উন্মোচিত না হওয়ায় ধারনা করা হচ্ছে যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। | Ma le vittime potrebbero essere più numerose, dato che la situazione nei villaggi piu' remoti non è ancora nota. |
8 | সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে উদ্ধারকারী দল ও ত্রাণ বিতরণকারী দল ঐ জনগোষ্ঠীর কাছে এখনো পৌছাতে পারে নি। | A causa delle strade interrotte, soccorritori e gruppi di volontari non possono avere accesso. |
9 | লেটি প্রদেশের কয়েকটি শহর এবং টাকলোবান শহরে খাদ্যের জন্য মরিয়া জনগণ কর্তৃক সুপার মার্কেটে হামলা এবং চালের গুদাম লুঠ করার রিপোর্ট প্রকাশিত হয়। | Alcuni sopravvissuti hanno assaltato supermercati e magazzini di riso alla disperata ricerca di cibo. Si parla di saccheggi nella città di Tacloban ed in alcuni paesi nella provincia di Leyte. |
10 | এর প্রতিক্রিয়ায় টাইফুন আক্রান্ত জনগোষ্ঠীতে সরকার আইন শৃংখলা বহাল এবং ত্রাণ সামগ্রী বিতরণ গতিশীল করার জন্য আরো বেশি পরিমান পুলিশ বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে। | In risposta, il governo ha promesso di accelerare la distribuzione di generi di soccorso con l'implemento di forze di polizia per ristabilire l'ordine nelle comunità devastate dal tifone. |
11 | ইতোমধ্যেই সামারে আতঙ্ক ছড়িয়ে পড়েছেঃ | Nel frattempo, il panico si fa largo a Samar: |
12 | সরবরাহ সংকটের কারণে সামারের কালবায়োগ শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে; মুদি দোকানগুলোতে আতংকিত হয়ে কেনাকাটা পরিলক্ষিত হচ্ছে @সোলারটিভিনিউজ #ইয়োলান্ডাপিএইচ | L'ansia incombe sulla città di Calbayong, a Samar mano a mano che le risorse scarseggiano; c'è panico per l'approvvigionamento di generi alimentari |
13 | প্যাট্রিক জেমস সোরনে (@ক্রিকটাপসেমাই) বলছেন: | :-Quando si rubano televisori e lavatrici questo è saccheggio. |
14 | :-- টিভি আর ওয়াশিং মেশিন যখন চুরি করা হল তখন সেটা লুটে পরিণত হল। #ইয়োলান্ডাপিএইচ #ফিলিপিন্স এর জন্যে দোয়া কর | Davvero triste sentire che si è arrivati al punto che le vittime stanno saccheggiando negozi e bancomat :( sto pianificando una distribuzione di generi di soccorso questa settimana. |
15 | ইসাবেলা দাজা (@ইসাবেলাদাজা) টুইট করেছেন: শুনে কষ্ট পেলাম যে দুর্গতরা দোকান এবং এ টি এম মেশিন লুঠ করছে। | Saccheggiatori lanciano merci da un magazzino a Guiuan, E.Samar dopo che i soccorritori hanno lottato per portare aiuto ai sopravvissuti |
16 | এ সপ্তাহে ত্রাণ বিতরণের পরিকল্পনা করছি। দি ফিলিপিন স্টার (@ফিলিপিনস্টার) জানিয়েছেন: | Dalla pagina Facebook di Randy Felix Malayao, un sopravvissuto, chiede di non accanirsi nel giudicare i saccheggiatori: |
17 | বেঁচে থাকাদের কাছে ত্রাণ পৌছানোর সংগ্রামে ত্রাণ কর্মীদের লিপ্ত হওয়ার পর পুর্ব সামার ও গুজুয়ানে লুণ্ঠনকারীরা গুদাম থেকে মালামাল নিক্ষেপ করেছে | |
18 | রেন্ডি ফেলিক্স মালায়ায়ো তার ফেসবুক পেজের মাধ্যমে টাইফুনে বেচে যাওয়া লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেনঃ | |
19 | লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আমি একজন লুণ্ঠনকারী ছিলাম। | Aspettiamo a giudicare i saccheggiatori, ero saccheggiatore. |
20 | আমি রেড ক্রসের জন্য ওষুধ লুঠ করেছি, শিশুদের জন্য দুধ ও খাবার লুঠ করেছি। | Ho saccheggiato medicinali per la Croce Rossa, latte e cibo per i bambini. |
21 | ৪ ঘন্টা ধরে আমি হেটেছি, একটা খালি প্লাস্টিক বোতল দিয়ে সামান্য কিছু পানির জন্য ২ ফুট গর্ত করেছি। | Ho camminato per ore, e cercato tra bottiglie di plastica vuote per avere almeno qualcosa da bere e riportarne un po'. |
22 | যারা ফ্ল্যাট স্ক্রিনের টিভি নিয়েছেন তারাও আমাকে পানীয় ও লুগাও (চালের পরিজ) সরবরাহ করেছে। | Le persone che hanno preso tv a schermo piatto erano le stesse persone che mi hanno offerto da bere e qualche lugaw (porridge di riso). |
23 | যাদের দেখে সাবেক সাজাপ্রাপ্ত বলে মনে হয়েছে তারাও আমাকে কিছু খাবার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। | Coloro che sembravano ex-detenuti mi hanno offerto qualcosa da mangiare. |
24 | যখন আপনার সত্যিই কিছু প্রয়োজন বলে লোকজনকে বোঝানো যায় তখন তারা সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। | Quasi sempre erano disposti a darmi una mano quando gli chiedevi qualcosa. |
25 | এই দুর্যোগের মধ্যেও কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে সে বিষয়গুলো সংবাদে আসে না। | Quello che i notiziari non hanno mostrato era come le persone si stavano aiutando l'una con l'altra, in mezzo alla catastrofe. |
26 | মার্থা ভিলারোসা তাদেরকে লুণ্ঠনকারী না বলার জন্য আহবান জানানঃ | Non chiamateli saccheggiatori, scrive Martha Villarosa: |
27 | লুণ্ঠণকারী? | Saccheggiatori? |
28 | তাদেরকে এ শিরোনামে ডাকার অধিকার কারো নেই। | Nessuno ha il diritto di chiamarli con un titolo del genere. |
29 | ঘর-বাড়ী হারানো, প্রিয়জন হারানো খাবার ও পানিবিহীন মানুষগুলোর জীবন কত কষ্টের তা একবার অনুভব করুন। | Provate a immaginare quanto sia doloroso quando molti di loro hanno perso le loro case, i loro cari, con niente da mangiare né da bere. |
30 | আমরা বেঁচে আছি, নিরাপদে আছি এবং এখনও জীবনকে উপভোগ করছি সে কারনে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। | Basta essere grati di essere vivi, al sicuro e godendo ancora della nostra vita. |
31 | আসুন আমরা সবাই ইতিবাচক হই। | Facciamo in modo di essere positivi per questo. |
32 | এ অবস্থা থেক উত্তরণের জন্য আমাদের প্রয়োজন দেশের জনগনের সমর্থন ও দোয়া। | Tutti i nostri connazionali hanno bisogno del nostro sostegno e delle nostre preghiere, per aiutarli a superare questo. |
33 | টাইফুন হাইয়ানের কারনে অনেক সড়ক বিধ্বস্ত। | Molte strade sono state danneggiate dal tifone. |
34 | ছবি- অটোনোমো এসআর আবেলার আমনোর ফেসবুক থেকে | Foto di Autonomo Sr Abellar Amano, Facebook |
35 | দেশের মুখ্য শিক্ষা কর্মকর্তা ব্রাদার আরমিন লুইস্ট্রো প্রশিক্ষকদের প্রতি নিচের এ বার্তা প্রেরণ করেছেনঃ | Fratello Armin Luistro, segretario del dipartimento per l'istruzione, ha inviato questo messaggio agli educatori: |
36 | জনগণের দিকে আমাদের প্রথমে তাকানো উচিত। | “Per prima cosa occupiamoci della gente. |
37 | সম্পত্তির ক্ষয়- ক্ষতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই- এটা নিয়ে আমরা পরে ভাববো। | Non preoccupiamoci per i danni alle cose - ce ne occuperemo più avanti. |
38 | খারাপ দিকটি হল আমরা জনগনের দিকে না তাকিয়ে কতগুলো ভবন আর গাছ ক্ষতিগ্রস্ত হল তা নিয়ে ভাবতে শুরু করেছি। | La cosa peggiore è quella di contare gli edifici crollati e gli alberi caduti e non tener conto del nostro popolo. |
39 | দ্বীতিয়তঃ আমাদের শিশুদের আবারো বিদ্যালয়ে পাঠানো উচিত। | In secondo luogo, cerchiamo di portare i nostri figli a scuola. |
40 | শিশুদের ক্ষতি কাটানোর সবচেয়ে ভাল উপায় হল যত দ্রুত সম্ভব তাদেরকে তাদের রুটিনের মধ্যে ফিরিয়ে আনা- তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। | Per i bambini, il modo migliore per recuperare è quello di riportarli alla loro routine il più presto possibile, e cioè di riportarli a scuola. |
41 | এখনই তাদের ক্লাশ শুরু করার প্রয়োজন নেই। | Non vi è alcuna necessità di ri cominciare le lezioni subito. |
42 | তাদেরকে খেলতে দিন। | Fateli giocare. |
43 | তারা কাজকর্ম করুক। | Fategli fare delle attività. |
44 | এটম আরাউল্লো (@এটমআরাউল্লো) উল্লেখ করেন যে টাকলোবানে যোগাযোগ সিগন্যাল আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছেঃ | Atom Araullo riferisce che i segnali di comunicazione sono stati ripristinati parzialmente a Tacloban: |
45 | টাকলোবানে নিরাপদে আছি! | Salvi a Tacloban! |
46 | টেলিযোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। | I servizi Telco vengono lentamente ripristinati. |
47 | ধ্বংসযজ্ঞ ব্যাপক। | La devastazione è dovunque. |
48 | সব ধরণের সাহায্যই মানুষের প্রয়োজন। | La gente qui ha bisogno di tutto l'aiuto possibile. |
49 | ত্রাণ কার্যক্রমে আরো বেশি সংখ্যক ফিলিপিনো যুক্ত হয়েছেঃ | Sempre piu' Filippini stanno partecipando alle operazioni di soccorso: |
50 | ডেল এনজি (@ডেলএনজিলেং) বলেছেন: এটা খুবই হৃদয়গ্রাহী যে অধিক সংখ্যক জনগণ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। | E' così commovente vedere così tante persone che stanno facendo tutto il possibile per le operazioni di soccorso. |
51 | এ সময়ে আমি সামাজিক মিডিয়াকে ধন্যবাদ জানাই | In momenti come questo sono grato ai social media |
52 | পালোতে অবস্থিত ইউনিভার্সিটি অব দি ফিলিপিন্সের লেটি ক্যাম্পাস ঝড়ে বিধ্বস্ত। | Il campus di Palo, Leyte, Università delle Filippine , danneggiato dal tifone. |
53 | ছবি- ক্লিভ কেভিন রবার্ট আরকুএলেস এর ফেসবুক থেকে প্রাপ্ত | Foto di Cleve Kevin Robert Arguelles, Facebook |
54 | ডেভিড ওয়াই সান্টোজ (@ডেভিডোয়াইসান্টোজ) জানান: | Guiuan, Samar orientale. |
55 | পুর্ব সামারের গুজুয়ানের সরকারি বিদ্যালয় এবং উদ্ধার কেন্দ্র। | Questa è una scuola pubblica e un centro di evacuazione. |
56 | ঝড়ের পরে বর্তমান অবস্থা। | Ecco cosa rimane. |
57 | @সোলারটিভিনিউজ pic.twitter.com/2YXI6hxbmF রেক্স রেমিটিও (@রেক্সরেমিটিও) টুইট করেন: | Vista panoramica della distruzione portata da Yolanda della torre di Basey, a Samar |
58 | #ইয়োলান্ডাপিএইচ সামারের ধংসপ্রাপ্ত বেসি শহরের দৃশ্য @সোলারটিভিনিউজ pic.twitter.com/4lRg8j60Jp | Frank Cimatu ci ricorda il significato di capacità di recupero: |
59 | স্থিতিস্থাপকতার অর্থ বিষয়ে ফ্র্যাঙ্ক সিমাটু আমাদের সতর্ক করেন ও স্মরণ করিয়ে দেনঃ | Sai cosa significa veramente capacità di recupero? |
60 | স্থিতিস্থাপকতার অর্থ কি আপনারা জানেন? এখন থেকে দুই এক মাসের মধ্যে সম্ভবতঃ সবাই চলে যাবেন, বিনামুল্যে আসা খাদ্য বন্ধ হয়ে যাবে, জনগণকে নিজেদেরই খাবার জোগার করতে হবে, যখন তারা অনুভব করতে পারবে যে কি ঘটেছে এবং কি সঞ্চিত আছে তখন ঘুর্নিঝড় এর পূর্ণ মাত্রার আক্রমন করবে। | Tra un mese o due da oggi, quando tutti avranno lasciato questi luoghi, tutti gli aiuti umanitari non arriveranno più, le persone saranno tornate a badare a se stesse e avranno realizzato quello che è successo e che cosa c'è in serbo per loro, un forte vento di burrasca li colpirà. |
61 | স্থিতিস্থাপকতার প্রকৃত অর্থ তখন তারা উপলব্ধি করতে পারবে। | Allora la gente capirà che cosa significa veramente capacità di recupero. |