# | ben | ita |
---|
1 | ইরানঃ “ইসলামের সৈনিক” কার্টুনিস্ট এর ফেসবুক পাতা হ্যাক করেছে | Iran: hacker pro-regime attaccano pagina Facebook di noto vignettista |
2 | গত বুধবার, ১১ ই সেপ্টেম্বর ২০১২, ইরানের শীর্ষ কার্টুনিস্ট মানা নায়েস্তানির ফেসবুক পাতা আত্মস্বীকৃত হ্যাকাররা হ্যাক করেছে যারা নিজেদের “ইসলামের সৈনিক” বলে দাবি করেছে। | Si chiamano “Soldati dell'Islam” gli hacker pro-regime che lo scorso 11 settembre hanno attaccato la pagina Facebook di Mana Nayestani [fa], noto vignettista iraniano. |
3 | হ্যাকাররা তাদের নিজেদের ফেসবুক পাতায় “খোদাকে ধন্যবাদ, আমরা মানা নায়েস্তানির ফেসবুক এক্যাউন্ট জয় করেছি ” পোস্ট (এখন অপসারিত) দিয়ে তাদের কর্মকাণ্ডের উদযাপন করেছে। | L'azione è stata poi celebrata direttamente sulla loro pagina Facebook (ora rimossa) dove compariva il seguente post [fa]: “Grazie a Dio, abbiamo conquistato l'account Facebook di Mana Nayestani”. |
4 | নায়েস্তানির ফেসবুক পাতায় দলটি যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং কানাডার বিপক্ষে বিভিন্ন কার্টুন এবং ছবি পোস্ট করেছে। | Sulla sua pagina il gruppo ha postato diverse vignette e immagini contro alcuni pPesi tra cui Stati Uniti d'America, Israele e Canada. |
5 | নায়েস্তানি একজন বিখ্যাত কার্টুনিস্ট এবং তার ফ্যান পেজে প্রায় ৭০,০০০ ‘লাইক' আছে। | Nayestani è un vignettista assai famoso e la sua fan page conta circa 70.000 “Mi piace”. |
6 | গ্লোবাল ভয়েসেস তার অনেক কার্টুন প্রকাশ করেছে এবং ২০০৬ সালের বসন্তে বিতর্কিত কার্টুনের জন্য তার গ্রেফতারের খবরও প্রচার করেছে। | Global Voices ha pubblicato [en, come tutti gli altri link eccetto ove diversamente segnalato] diversi dei suoi lavori e ne ha seguito l'arresto a causa di una vignetta controversa apparsa nella primavera 2006. |
7 | একজন হ্যাকারের কার্টুন ছিল কানাডার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের উপর। সেটার শিরোনাম ছিল “ইরানের উপর কানাডিয়ান দূতাবাসের বন্ধের প্রভাব” এবং অপ্রাসঙ্গিক হিসাবে এটি দেখানো হয়েছেঃ | La decisione del Canada di recidere le relazioni diplomatiche con l'Iran ha ispirato una delle vignette postate dagli hacker intitolata “L'effetto della chiusura dell'ambasciata canadese in Iran” in cui si mostra l'insignificante impatto nel Paese: |
8 | আরেকটি কার্টুনের মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে যে, সংবাদ মাধ্যম কেন বাহরাইন বাদ দিয়ে শুধু সিরিয়ার খবর প্রকাশ করে? | Con un'altra vignetta gli hacker chiedono il motivo per il quale i media si occupano maggiormente della Siria piuttosto che del Bahrain. |
9 | আত্মস্বীকৃত হ্যাকারদের মানা নায়েস্তানির ফেসবুক পাতা আক্রমণের একটি সম্ভাব্য কারন হয়তো ইরানিদের নিয়ে করা তার রাজনৈতিক কার্টুনগুলো, যেমন মারদোমাক। | Una delle ragioni per cui la pagina di Mana Nayestani è stata scelta da hacker pro-regime potrebbe essere la pubblicazione di vignette politiche su siti iraniani come Mardomak. |
10 | তার অতি সাম্প্রতিকতম কার্টুনগুলোর একটি তেহরানের নিরপেক্ষ সামিট নিয়ে, যেটি মারদোমাকে প্রকাশিত হয়েছেঃ | Ed è proprio su quest'ultimo sito web che è stato rilanciato un suo recente lavoro sul Vertice dei Paesi Non Allineati che ha avuto luogo a Tehran: |
11 | বিরোধী সাইট এবং ব্লগ হ্যাক করা নতুন যুদ্ধকৌশল নয়। | Questo genere di attacco a siti e blog da parte degli hacker non è una tattica nuova. |
12 | ইসলামের সৈনিকের আগেও ইরানি সাইবার আর্মি সফলভাবে বিভিন্ন দেশের লক্ষ্যপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছে এই বলে যে, সত্যিই ইন্টারনেটের কোনো সীমানা নাই, এমনকি টুইটারের মতো বড় ওয়েবসাইটগুলোও অজানা আক্রমণকারীদের বিরুদ্ধে ভঙ্গুর হতে পারে। | Prima dell'apparizione dei “Soldati dell'Islam”, il cyber-esercito iraniano aveva preso a bersaglio siti web in molti Paesi, dimostrando che internet non ha limiti e che persino siti web di grosse dimensioni come Twitter possono risultare fragili dinanzi a hacker sconosciuti. |
13 | ফেসবুকের পাতা হ্যাক করা, কার্টুনিস্টদের জেলে দেওয়া এবং অন্য ধরনের দমন প্রক্রিয়া ইরানিদের মত প্রকাশের ইচ্ছার স্বাধীনতাকে, উভয় অনলাইন এবং অফলাইন এর জন্য প্রতিবন্ধক হতে পারে নি। | Gli attacchi degli hacker alle pagine di Facebook, la galera per i vignettisti e le altre tipologie di repressione hanno, però, fallito nel tentativo di mettere un freno ai desideri di pace e di espressione in Iran, sia online che offline. |