Sentence alignment for gv-ben-20120621-28014.xml (html) - gv-ita-20120617-61794.xml (html)

#benita
1লাতিন আমেরিকার দেয়ালচিত্র এবং নাগরিক শিল্প: অনলাইনে এবং পথের ধারেAmerica Latina: Graffiti e Urban Art dalle strade alla Rete
2২০১০ সালের জানুয়ারিতে গ্লোবাল ভয়েসের প্রদায়ক ইসা ভিলারিয়েল লাতিন আমেরিকার নাগরিক শিল্প এবং দেয়ালচিত্র (আরবান আর্ট অ্যান্ড গ্রাফিটি) নিয়ে তিন পর্বের একটি সিরিজ প্রতিবেদন (১, ২, এবং ৩) লেখেন।
3লেখাটির শিরোনাম ছিল “দেয়ালচিত্র ও নাগরিক শিল্প: লাতিন আমেরিকার পথধ্বনি (গ্রাফিটি অ্যান্ড আরবান আর্ট: ভয়েস ফ্রম লাতিন আমেরিকান স্ট্রিটস)।Nel gennaio 2010 qui su Global Voices Issa Villarreal [en] raccontava in tre articoli lo sviluppo dei murales e dell'arte di strada in America Latina (I, II e III [en]).
4এরপর থেকে ব্লগাররা এই বিকল্প শিল্প নিয়ে নানা প্রতিবেদন লিখছেন। এ অঞ্চলে এই শিল্পের জোরালো উপস্থিতি রয়েছে।Da allora molti netizien hanno continuato a diffondere questa forma d'arte alternativa che vanta una forte presenza nella regione.
5এ বছরের শুরুর দিকে বলিভিয়ার ব্লগার প্যাট্রিসিয়া ভারগাস (টুইটারে @এআরকুইটেকা [স্প্যানিশ]) চিলি সফরে যান এবং সেখানকার নাগরিক শিল্প আন্দোলন স্বচক্ষে দেখেন।
6তিনি কিছু ছবি শেয়ার করেন, তার কিছু অভিব্যক্তি দেখা যায় বিতাকরা সালিনাসানচেজ [স্প্যানিশ] ব্লগের অতিথি পোস্টে:La blogger boliviana Patricia Vargas ha visitato il Cile all'inizio di quest'anno potendo così offrire la propria testimonianza sul vivace movimento di arte di strada del Paese.
7চিলিতে সমসাময়িক নাগরিক শিল্প চমৎকার একটা “সকলের জন্য শিল্প” গ্যালারি খুঁজে পেয়েছে।
8বিভিন্ন শহরে, উন্মুক্ত স্থানে চমত্কার চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। সমসাময়িক চিত্রকর্মের সংগ্রাহক হারভি স্যানডেজের মতে, চিলিতে দেয়ালচিত্রে ফুটে উঠে প্রবল প্রতিবাদ আন্দোলন ছবি, যেখানে বাড়িঘরের দেয়ালে তাদের দাবি-দাওয়া দেখা যায়।Patricia ha poi condiviso le immagini delle opere e le sue riflessioni in un articolo scritto per il blog Bitàcora Salinasanchez [es]: In Cile la Urban Art contemporanea ha permesso la realizzazione di una grande galleria di “arte per tutti”, grazie alla presenza di magnifiche opere in varie città e spazi pubblici.
9বেলাভিসতা নেইবারহুডের মতো প্যাট্রিসিয়া সান্তিয়াগোর কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক শিল্পের কেন্দ্রস্থলকে তুলে ধরেছেন:Secondo Hervé Chadnés, Sovrintendente di arte contemporanea, i graffiti hanno molta risonanza in Cile perché i forti movimenti di protesta possono vedere sui muri la rappresentazione delle loro denunce.
10ভেলাভিসতা, সান্তিয়াগো, চিলি।Patricia mette in evidenza alcuni murales di Santiago, come il Bellavista Neighborhood[en]:
11ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস।Bellavista, Santiago, Chile. Foto di Patricia Vargas
12অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Bellavista, Santiago, Cile.
13তিনি চিলি উপকুলের ভালপারাইসোর কিছু নাগরিক শিল্পের ছবিও তুলে ধরেছেন:Foto di Patricia Vargas La blogger condivide anche immagini di opere di Valparaìso, sulla costa cilena:
14চমত্কার স্থাপত্য্ আর বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ বন্দর নগরী ভালপারাইসো। বৈশ্বিক পথশিল্পের বিকাশে নগরের ঐতিহ্য আর অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।Valparìso, una città portuale con un'architettura unica nel suo genere, una topografia ricca di sorprese dove il patrimonio e l'abbandono si fondono dando vita a una pietra miliare nell'arte di strada globale, divenendo una galleria d'arte internazionale, la Meccadei graffiti, dove artisti locali e stranieri si sono impadroniti degli angoli e delle fessure più improbabili.
15একে আন্তর্জাতিক গ্যালারি করে তুলেছে।
16দেয়ালচিত্রকর্মের মক্কা বলে পরিগণিত হচ্ছে। অপ্রত্যাশিত কোনাকাঞ্চি দেশী-বিদেশী শিল্পীদের কাছে সমাদৃত হচ্ছে।Valparaìso è un gioco di sensazioni visive che consente di creare un nuovo immaginario estetico passando dagli slogan politici al punk e all'umorismo.
17ভালপারাইসো হচ্ছে দৃষ্টির অনুভবের সেই খেলা, যেখানে আপনি নন্দনতত্ত্বের নানা চিত্র তা হতে পারে রাজনৈতিক স্লোগান, কিম্ভুতকার ছবি, এমনকি হাস্যরসও অংকন করতে পারবেন।
18ভালপারাইসো, চিলি।Valparaíso, Cile.
19ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস।
20অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto di Patricia Vargas
21গ্লোবাল ভয়েস অনলাইনের স্প্যানিশ ভাষার সম্পাদক জোয়ান আরেল্লানো সম্প্রতি আমাজন রেইনফরেস্ট অঞ্চলের পেরুর আইকুইতোসের দেয়ালচিত্র নিয়ে একটি ব্লগ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন।
22সেখানে জোয়ান ব্যাখ্যা করেছেন, পেরু সাধারণভাবে দেয়ালচিত্র বান্ধব নয়। কর্তৃপক্ষ কিংবা দেয়ালের মালিক দ্রুতই সেগুলো মুছে ফেলেন।Juan Arellano [en] (editor di GV in spagnolo) ha parlato [es] dei graffiti di Iquitos, Peru [en], nella foresta amazzonica, spiegando che in Perù generalmente le autorità, o i proprietari dei muri, si sbarazzano velocemente delle opere.
23তিনি সেখানে শেষবারের ভ্রমণে আইকুইতোস শহরে বেশ কিছু অক্ষত দেয়ালচিত্র দেখে বিস্মিত হন।Perciò è rimasto sorpreso nel vedere alcuni lavori ancora intatti nel centro di Iquitos durante la sua ultima visita.
24পেরুর আকুইতোসের নাগরিক শিল্প।Urban art a Iquitos, Perù.
25ছবি তুলেছেন জোয়ান আরেল্লানোFoto di Juan Arellano
26আইকুইতোস, পেরু।Iquitos, Perù.
27শিল্পী সোসে।Opere di Sose.
28ছবি তুলেছেন জোয়ান আরেল্লানোFoto di Juan Arellano
29একই ব্লগে জুয়ান সোসে নামের একজন তরুণ নাগরিক শিল্পীর গল্প বলেন।
30তার গল্পের মধ্যে দিয়েই জানা যায়, এ অঞ্চলে নাগরিক শিল্পীরা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন:
31সম্প্রতি সোসে একটি বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। আইকুইতোসের একটি রাস্তায় মুরাল আঁকানোর সময় মিউনিসিটিপ্যাল পুলিশ তাকে আটক করে মারধর করে।Nello stesso articolo, Juan racconta la storia di Sose [en], un giovane artista di strada, che riflette il volto delle lotte di molti artisti di strada della regione:
32তারপর তাকে দেয়াল রং করার স্প্রে-সহ তাকে থানায় ধরে নিয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে, সংস্কৃতি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সোসের ওপর বল প্রয়োগের ঘটনা নিয়ে তিনি অবগত আছেন বলে জানান।Sose è stato protagonista di recente di un evento imbarazzante: mentre dipingeva su una parete di Iquitos, è stato picchiato e arrestato [es] come un criminale da agenti della polizia municipale, i quali lo hanno condotto alla stazione di polizia, sbarazzandosi degli sprays e degli ‘schizzi' che aveva fatto l'artista.
33একই সঙ্গে নগর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, এই নাগরিক শিল্পীরা নগরের সৌন্দর্যবর্ধনেরই কাজ করছে। জোয়ান নিচের ছবির মাধ্যমে দেয়ালচিত্র কিভাবে প্রতিবাদে ব্যবহৃত হচ্ছে, তা তুলে ধরেন:A seguito di ciò, il Direttore Culturale Regionale ha espresso [es] la sua preoccupazione per l'utilizzo eccessivo della forza contro Sose sollecitando la comprensione delle autorità municipali, in quanto questi artisti contribuiscono alla bellezza della città.
34আইকুইতোসের পানির জন্য জেগে ওঠা।Iquitos, Perù
35ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো ফেসবুকে আপনি লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার মতো আরো কিছু পাতা পাবেন, যেখানে লাতিন আমেরিকার নাগরিক শিল্পকে তুলে ধরা হয়েছে।Su Facebook non mancano le pagine dedicate all'arte di strada dell'America Latina, come La Argentina Graffitera [es], dove si pubblicano immagini e informazioni, incoraggiando gli iscritti a condividere le opere di Urban Art Argentina.
36লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ছবি ও তথ্য শেয়ার করে আর্জেন্টিনার নাগরিক শিল্পকে উত্সাহিত করছে।
37গ্লোবাল ভয়েস অনলাইনের প্রদায়ক পাবলো আন্দ্রেজ রিভেরোর মুরো রিবেলদে [স্প্যানিশ ভাষা] (বিদ্রোহী দেয়াল) নামের একটি ব্লগ আছে।Il blog Muro Rebelde [es] (“Parete Ribelle”), curato dal collaboratore di Global Voices Pablo Andrés Rivero, è aggiornato frequentemente aggiornato con video e immagini di arte di strada.
38সেখানে নাগরিক শিল্পের ভিডিও এবং ছবি নিয়মিতভাবেই আপলোড করা হয়।
39পাবলো নিচের ভিডিওটি পোস্টটিতে [স্প্যানিশ ভাষায়] আর্জেন্টিনার শিল্পী ব্রেন্দা এবং মারিয়া ইউজেনিয়ার কাজ তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক ভারসাম্য খোঁজা হয়েছে।
40এবং ফাঁকা জায়গায় প্রচুর রঙ দেখানো হয়েছে। অন্য একটি পোস্টে পাবলো ইকুয়েডোরের শিল্পী কার্লা সানচেজ যিনি বুডোকা নামেই বেশি পরিচিত তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন:Pablo ha pubblicato [es] il seguente video del lavoro delle artiste argentine Brenda e Maria Eugenia, che “cercano di lasciare un'impronta ecologica e parecchio colore negli spazi abbandonati.”
41আপনি বুডোকার কাজ দেখতে পারবেন তার ওয়েবসাইটে, ফ্লিকারে, ফেসবুকে।In un altro video [es], Pablo mostra il lavoro dell'artista ecuadoregna Carla Sanchez, meglio conosciuta come Budoka:
42সবশেষে মুরো রিবেলদে প্যারাগুয়ের শিল্পী ওজি মনতানিয়ার ছবি প্রদর্শন করেছেন।Il lavoro di Budoka può essere seguito sul suo blog, Flickr o Facebook.
43ওজি মনতানিয়া অন্য একজন শিল্পীর সাথে মিলে লেখক অগাস্টো রোয়া বাসতোসের একটি মুরাল এঁকেছেন: লেখক অগাস্টো রোয়া বাসতোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরাল।Infine, Muro Rebelde mostra [es] l'opera dell'artista paraguaiano Oz Montanía, il quale ha coinvolto altri artisti nella creazione di un murale in onore di Augusto Roa Bastos:
44ছবি নেয়া হয়েছে http://www.dementesx.com/ ওয়েবসাইট থেকে।Murale in tributo a Augusto Roa Bastos.
45সিসি বিওয়াই-এনসি-এসএ ৩. ০Foto da www.dementesx.com