Sentence alignment for gv-ben-20110624-18314.xml (html) - gv-ita-20110503-38707.xml (html)

#benita
1আরব বিশ্ব: যেখানে কেউ কেউ ওসামা বিন লাদেনের জন্য শোক করছেনMondo arabo: c'è chi piange la morte di Osama Bin Laden
2এই পোস্ট ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে আমাদের বিশেষ কাভারেজ এর অংশ।Un tweet in arabo di Fatima Buhassan a favore di Bin Laden (vedi sotto)
3আরব বিশ্বের টুইটার ব্যবহারকারী অনেকেই আল কায়দার সাউদি নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুতে প্রশংসা আর স্মরণ করেছেন।
4এখানে বাহরাইন আর কুয়েতের ব্যবহারকারীদের টুইটের কিছু নমুনা রয়েছে, যারা বলছেন যে বিন লাদেন মারা যেতে পারে কিন্তু তার মতাদর্শ বেঁচে আছে। আরবিতে একটা টুইট যেখানে বলা হয়েছে কোটি কোটি বিন লাদেন এখন জেগে উঠবেI messaggi qui riportati esprimono i punti di vista delle persone citate e non sono rappresentativi dell'intero mondo arabo, dove le reazioni coprono un ampio spettro di sentimenti, dalla gioia all'incredulità.
5যেসব মানুষের প্রতিক্রিয়া আমি তুলে ধরছি এখানে তাদের মতামত অবশ্যই সমগ্র আরব বিশ্বের মতামত হিসেবে ভাবার কারন নেই, যাদের প্রতিক্রিয়া অনেক কিছুই ধারন করে, আনন্দ থেকে অবিশ্বাস পর্যন্ত।
6কুয়েতের মুবারক আল বাথালি টুইট করেছেন:Mubarak Al Bathaali [ar, come tutti i link successivi] dal Kuwait:
7তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে হয়রত মুহাম্মদ (সঃ) এর উম্মাহ (ইসলামিক সমাজ) আরো ১০০০ ওসামা পেয়েছে।Se [Bin Laden] è morto, nella Umma di Muhammad [la comunità islamica] ce ne sono mille come lui.
8ইসলামী ধর্ম একজন মানূষে এসে থেমে যাবে না। এটা একটা উম্মাহ যেটা যুগ যুগ ধরে বীরেরা ধারন করেছেন, নবীর আমল থেকে।L'Islam non si ferma per un solo uomo, quando fin dai tempi del Profeta e nel corso degli anni gli eroi hanno ereditato questa Umma.
9কুয়েতের ডঃ সাজেদ আল আবাদলি যুক্ত করেছেন:Sempre dal Kuwait, Dr Sajed Al Abadli:
10ওসামা বিন লাদেন একজন ব্যক্তি না। ওসামা বিন লাদেন একজন মতাদর্শ।Osama Bin Laden non è una persona… Osama Bin Laden è un'ideologia.
11একজন মানুষ মারা গেছেন…কিন্তু মতাদর্শও কি মারা গেছে?È morta una persona… anche l'ideologià è morta?
12নাবিল আল আওয়াধি যুক্ত করেছেন:Nabil Al Awadhy aggiunge:
13বিন লাদেনের কিছু ধারনার সাথে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো তাকে ক্ষমা করে তার আত্মাকে শান্তি দিতে আর তাকে শহীদ হিসাবে স্বাগত জানাতে।Potremmo essere in disaccordo con alcune delle idee di Bin Laden, ma chiedo a Dio di perdonarlo, avere pietà di lui e accoglierlo tra i martiri.
14আর আইনি জিহাদের (যুদ্ধ) ব্যাপারে বলছি, এটা বিচারের দিন পর্যন্ত চলতে থাকবে।Quanto allo Jihad, questo continuerà fino al Giorno del Giudizio.
15বাইরাইনে ফাতেমা বুহাসসান জানিয়েছেন:Dal Bahrain, Fatima Buhassan:
16বিন লাদেন মারা যেতে পারেন কিন্তু তিনি কোটি কোটি মানুষ তৈরি করেছেন যাদের তিনি জিহাদের (ইসলামী ধর্মীয় যুদ্ধ) অনুভূতি দান করেছেন যার ফলে বিশ্ব কোটি কোটি বিন লাদেন তৈরি হয়েছে, যারা ওবামার মতো মানুষকে পরাজিত করতে পারবে।Bin Laden sarà anche morto, ma conta su milioni [di seguaci] in cui ha instillato lo spirito dello Jihad, affinchè ci siano in questo mondo milioni di Bin Laden in grado di rovesciare quelli come Obama.
17ওদিকে বাহরাইনি মুবারক মাত্তার যুক্ত করেছেন:Mubarak Mattar, anch'egli dal Bahrain:
18আল কায়দার সাথে আমাদের যাবতীয় মতপার্থক্য সত্ত্বেও, আমরা একজন মুসলিম পুরুষের মৃত্যুতে গর্বিত যিনি সারা বিশ্বকে নাড়া দিতে সমর্থ হয়েছিলেন যখন সমগ্র আরব সেনা একত্র হয়ে তা করতে পারেনি।Nonostante tutte le nostre differenze rispetto ad Al Qaeda, siamo veramente fieri della morte di un uomo musulmano che è stato in grado di scuotere il mondo in un tempo in cui tutti gli eserciti arabi non vi sono riusciti.
19তিনি আরো বলেছেন:e prosegue:
20আল্লাহ আপনার উপরে করুনা করুক ওসামা। আপনার মৃত্যুতে আমি খুশি হইনি…আপনি একমাত্র ছিলেন যিনি সেই যুগে ‘না' বলেছিলেন যখন অন্য আরবরা ‘হ্যাঁ' বলেছিল।Che Dio abbia pietà di te Osama… Non sarò felice per la tua morte… sei l'unico ad aver detto “no” in un'epoca in cui gli arabi hanno scelto il “sì”.
21#ওসামা# বিন লাদেন বাহরাইনের ড: আদেল আব্দুল্লাহ জানিয়েছেন:Sempre in Bahrain, Dr Adel Abdulla:
22বিন লাদেন কোন মানুষ না বরং তিনি একজন আশ্চর্য ঘটনা।Bin Laden non è una persona, ma un fenomeno.
23তার মৃত্যু হাজার হাজার মানুষকে খুশি করতে পারে আর যুক্তরাষ্ট্র মানবতার ঘৃণাকে দক্ষতার সাথে আকর্ষণ করতে পারে।La sua uccisione farà felici molti, mentre gli Stati Uniti polarizzano l'ostilità degli uomini in maniera eccellente.
24একজনের মৃত্যু ধারনা বা মতবাদের মৃত্যু ঘটাতে পারেনা।La morte di una persona non mette fine all'idea o all'ideologia.
25ফেসবুকে ‘আমরা সবাই ওসামা বিন লাদেন' পাতার স্ক্রিন শট।Screenshot della pagina Facebook ‘Siamo Tutti Osama Bin Laden'
26ইতোমধ্যে ফেসবুকে, আমরা সবাই ওসামা বিন লাদেন নামে সমর্থনের পাতা গজিয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকা জুড়ে এই ধরনের প্রতিক্রিয়া জানার জন্য আমাদের সাইটে লক্ষ্য রাখুন।Nel frattempo, su Facebook si moltiplicano le pagine in sostegno di Bin Laden, come We are all Osama bin Laden [Siamo Tutti Osama Bin Laden].