Sentence alignment for gv-ben-20081006-1272.xml (html) - gv-ita-20081009-370.xml (html)

#benita
1ক্যামেরুন: মহিলা ব্লগাররা যাত্রা শুরু করেছেCamerun: le donne si raccontano sul web
2শিক্ষা থেকে স্বাস্থ্য, ফ্যাশন, শিল্প আর সংস্কৃতি আর মহিলাদের ক্ষমতায়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে ক্যামেরুনিয়ান মহিলারা তাদের গল্প ওয়েবে বলছে।Le donne camerunensi raccontano la storia della loro vita sul web, spaziando fra istruzione e presa di coscienza femminile, attraverso arte, cultura, moda e salute.
3যেমন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বসবাসরত বেটি তার গর্ভধারন নিয়ে বেটিস প্রেগ্নেন্সী ডায়রীতে লিখছে।Betty, per esempio, che vive a Manchester, tiene su Betty's Pregnancy Diary [in] un blog sulla sua gravidanza.
4৩৪ তম সপ্তাহে সে বর্তমান বাজারের অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তা করছে:Giunta alla trentaquattresima settimana, si chiede quali saranno le ricadute della stretta creditizia sui mercati mondiali:
5অর্থনৈতিক মন্দা আমাদের মাথার উপরে বোমার সাইরেনের মতো ঝুলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা হালকা ভাবে নেয়া যাবে না।Ho pensato che, con la crisi che incombe su di noi come un coprifuoco, non è proprio il caso di perdersi in frivolezze.
6খেয়াল করবেন, ফ্যাশনের বাইরে সশব্দে আমার মাল্টিজার খেয়ে যাওয়ার আওয়াজ শুধু এখানকার অর্থনৈতিক মন্দার আওয়াজের চেয়ে বেশী হচ্ছে!Badate bene, solo la morsa dei denti sui Maltesers che sto ingurgitando a più non posso, è più rumorosa di quella creditizia che imperversa in giro.
7আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চার কেনাকাটার ব্যাপারে আমি খুব সুশৃঙ্খল হবো।Ho deciso di organizzarmi ben bene con gli acquisti per il bambino.
8পাগলের মতো কেনাকাটা না করে, আমি বসে কষ্ট করে লিস্ট আর বাজেট ঠিক করেছি।Invece di farmi prendere dalla smania dello shopping, mi sono messa a tavolino a stilare scrupolosamente liste e preventivi.
9আমি ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে খুবই ভাল হচ্ছি; আমার ধারনা অর্থমন্ত্রীকে তার বেতন হারাবার জন্য আমি চিন্তিত করে তুলতে পারি।Sto diventando proprio brava a far quadrare i conti; quasi quasi faccio concorrenza al Ministro delle Finanze.
10সন্তান মানুষ করার ক্ষেত্রে, মাবি'স ওয়ার্ল্ড আলোচনা করেছে সেই সব পিতামহ-পিতামহীরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে যাদেরকে তাদের নাতি-নাতনির পূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে:Riguardo ai compiti dei genitori, Mabi's World [in] parla del peso che si accollano i nonni nel prendersi cura dei nipotini:
11অনেক বাড়ী আর সমাজের মধ্যে; দাদা-দাদীরা সব সময় তাদের নাতি নাতনীর দেখাশোনা করে থাকে।Da sempre, in molte comunità e famiglie i nonni danno una mano nella cura dei bambini.
12তারা এতো খুশী হয় যে তারা দীর্ঘ দুরত্ব পার হয়ে আসে তাদের কাছে।Lo fanno così volentieri da coprire anche lunghe distanze pur di essere presenti.
13কিছু দাদী-নানী বিদেশ পর্যন্ত গেছে বাচ্চার দেখাশোনা করতে।Ci sono nonne che hanno dovuto spostarsi all'estero per fare da “babysitter” ai nipoti.
14কিন্তু ক্রমবর্ধমান সংখ্যক দাদা দাদীর জন্য সদ্যজাত বাচ্চাদেরকে স্বাগত জানানোর জন্যে অল্প সময়ের এই যাত্রা এখন পরিণত হচ্ছে পূর্ণ সময়ের জন্য দেখাশোনার দায়িত্বে, বাবা- মা যেহেতু কাজে ব্যস্ত থাকে।Ma per un numero crescente di nonni, le visitine al nuovo nato sono state rimpiazzate dall'impegno a occuparsene a tempo pieno, mentre mamma e papà sono al lavoro.
15নতুন এই ব্লগার টাইফয়েড জর নিরাময়ের জন্য কিছু পরামর্শ দিচ্ছে আর ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তার মৃত বাবাকে স্মরণ করে বলেছে যে শিক্ষকরাই আসল নেতা: আমার বাবা, টুনিবু জেমস আজেফর, একজন শিক্ষক ছিলেন।In un altro post, questa blogger quasi esordiente dà consigli di tipo sanitaro su come combattere la febbre enterica [it] e, commemorando la Giornata Internazionale degli Insegnanti del 5 ottobre, rende omaggio [en] al padre, la cui figura le offre lo spunto per affermare che gli insegnanti meriterebbero la definizione di “leader”:
16একজন যার নেতৃত্বের গুণ এখনো মানুষ স্মরণ করে।Mio padre, Ntunibu James Azefor, era un insegnante.
17তার ছাত্ররা তাকে এখনো মনে রেখেছে একজন স্বার্থহীন, সম্মানিত আর দৃড়চেতা মানুষ হিসাবে, যিনি জ্ঞান বিতরনের ব্যাপারে নিরলস ছিলেন।Uno di quelli la cui attitudine alla leadership viene onorata ancor'oggi. I suoi studenti lo ricordano come una persona determinata, rispettosa e altruista, interamente dedita alla missione di condividere la conoscenza.
18তার প্রত্যেকটা ছাত্র যার সাথে আমার দেখা হয় একটা না একটা গল্প বলে যে কি করে তিনি তাদের জীবনকে প্রভাবিত করেছেন।Tutti i suoi ex-allievi che ho incontrato mi hanno raccontato in che modo la sua figura abbia influenzato la loro vita.
19Lo descrivono come un bravo insegnante, le cui doti di dedizione, perspicacia, attenzione e passione nell'insegnare e nel rendere gli altri partecipi del suo sapere hanno consentito loro di raggiungere il successo e obiettivi importanti.
20তারা তাকে একজন ভালো শিক্ষক হিসাবে জানে যার অধ্যাবসায়, দূরদৃষ্টি, মনোযোগ আর জ্ঞান আহরন আর বিতরনের তৃষ্না তাদেরকে সফল হয়ে নতুন শিখরে পৌঁছাতে সাহায্য করেছে। কথোপকথনে তাকে বর্ণনা করা হতো “অন্যকে বড় কিছু করতে সাহায্যকারী” হিসেবে।Per usare il linguaggio di InterAction [il riferimento è al così detto ‘InterAction Leadership Programme', iniziativa del British Council rivolta a leader africani emergenti], lo si potrebbe definire una persona che “pone gli altri nella condizione di fare grandi cose”.
21এটা নেতৃত্ব।Questa è leadership.
22মাবি আজেফোর ফোমিনিয়েন একজন সাংবাদিক, ক্যামেরুনের সরকারী প্রচার মাধ্যম (সিআরটিভি) তে রেডিও আর টেলিভিশন উপস্থাপক, যে পরিবার, নেতৃত্ব, লিঙ্গ আর মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে বিশেষ আগ্রহী।Mabi azefor Fominyen è una giornalista, nonché presentatrice radiotelevisiva per l'emittente di Stato camerunense (CRTV) che si interessa di questioni legate a famiglia, leadership, genere e coscienza delle donne.
23মহিলাদের বিষয়ে কথা বলতে গিয়ে, রোজমেরি ইকোসো কিছু দিনের বিরতির পর ফিরে এসেছে। সে বহু বিবাহ সমর্থক না আর এই ব্যাপারে সে পরিষ্কার যখন ৮৬ টা বিয়ে করেছে এমন একটা নাইজেরিয়ান লোকের ব্যাপারে সে বিবিসির একটা রিপোর্টের প্রতিক্রিয়া জানায়:In tema di questioni femminili, è riemersa a settembre dopo un periodo di silenzio Rosemary Ekosso, la quale dichiara senza mezzi termini di essere contraria alla poligamia, commentando un servizio della BBC su un nigeriano che ha 86 mogli:
24আজকের পৃথিবীতে বহুবিবাহের কোন বৈধ অজুহাত নেই, আর আমরা এটা জানি।Nel mondo d'oggi non esiste alcuna valida ragione per la poligamia, e lo sappiamo.
25আমাদের মহিলাদের অধিকার এইসব ক্ষেত্রে বাঁচানোর ভান ত্যাগ করা উচিত যখন আমরা খুব ভালো করেই জানি যে আমরা আসলে হিসাব রক্ষা করতে চাচ্ছি হয় এটার প্রভাব আমাদের জীবনে নেই তাই বা এটাতে আমাদের সুবিধা হয় তাই।Smettiamola di far finta che in situazioni del genere gli interessi delle donne siano tutelati, quando invece sappiamo benissimo che l'intento è quello di mantenere lo status quo, sia perché la cosa non ci tocca affatto, sia perché torna a nostro vantaggio.
26কিন্তু তার একজন পাঠকের দৃষ্টিভঙ্গী তার থেকে আলাদা ছিল আর সে রোজমেরীকে নিচের কথাগুলো বলেছে:Un lettore [o lettrice] è però di opinione diversa e si rivolge così a Rosemary:
27মহিলারা কি আপনাকে বলেছে যে এটা তাদের সাথে অন্যায়?Sono state quelle donne a riferirti di essere vittime di un'ingiustizia?
28তাদেরকে জোর করা হয়েছে এমন কোন কথা কি তারা বলেছে?Hanno per caso detto di esserci state costrette?
29তারা তাদের জীবন ধারা তাদের ইচ্ছা অনুযায়ী বেছে নেয় আর আমাদের কোন অধিকার নেই আমাদের বিশ্বাস তাদের উপর চাপিয়ে দেয়ার যেখানে আমরা তাদের জন্য ‘উপযুক্ত' বিয়ের কথা বলে ভাবি।Scelgono di vivere come pare a loro e nessuno di noi ha il diritto di dire quale dovrebbe essere l'assetto matrimoniale “ideale” per loro.
30এর ফলে মানুষ হিসাবে তাদের মুক্তচিন্তাকে পদদলিত করা হবে।Sarebbe come negare la libertà di scelta a un essere umano .
31ডুলসে কেমার যে নিজেকে বর্ণনা করে ‘একজন তরুন ক্যামেরুনিয়ান হিসাবে যে নীজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছে' সে একটি নান্দনিক দিক নিয়ে লিখেছে।Sul fronte dell'arte, Dulce Camer, auto-definitasi “una giovane camerunense che sta cercando di realizzarsi”, intervista la fotografa di successo Anrette Ngafor, che a 32 anni nutre grandi ambizioni:
32সে আর্নেটা গাফোরের স্বাক্ষাৎকার নিয়েছে, যে ৩২ বছরের একজন উঠতি ক্যামেরুনিয়ান চিত্রগ্রাহক এবং যার অনেক উচ্চাকাঙ্খা আছে:Il mio obiettivo è quello di avere un giorno un mio marchio, un'attività, un'azienda, uno studio tutto mio.
33আমার লক্ষ্য আমার নিজের লেবেল করার, নিজের কোম্পানি, নিজের ব্যবসা আর নিজের স্টুডিও একদিন বানানোর।Fra un po' dovrei farcela, perché mi sto dando da fare in tal senso e spero di riuscire a realizzare il mio sogno.
34খুব বেশীদিন লাগবে না কারন আমি কাজ করছি এই লক্ষ্যে আর আশা করছি যে আমার স্বপ্ন বাস্তবায়িত হবে।Moda e tendenze sono anche al centro dell'interesse di Menoosha, cantautrice e media designer che vive in Germania.
35জার্মানীতে থাকা সংগীত শিল্পী, সঙ্গীত লেখিকা আর মিডিয়া ডিজাইনার- মিনুশার জন্য স্টাইল আর ফ্যাশন আকর্ষণীয় বিষয় লেখার জন্যে।
36দ্যা পিঙ্ক পোস্ট এ সে চুলের বুণনের বিষয় নিয়ে কথা বলেছে যা আফ্রিকান মহিলাদের সৌন্দর্য বাড়ায়না:Sul blog The Pink Post riflette sul fatto che le treccine non valorizzano affatto la bellezza delle donne africane:
37আমার প্রিয় আফ্রিকান বোনেরা!Mie care sorelle africane!
38আমি আমাদের চুলের বেশী ভালো ব্যবহারের একটা আর্জী করছি!!!Qui lancio un monito solenne per TRATTARE MEGLIO I NOSTRI CAPELLI!!!
39সোজা, কোকড়ানো, আসল, নকল, দয়া করে!!!Non importa se lisci, ricci, crespi, veri o finti, PER FAVORE!!!!
40আসুন আমরা আমদের চুলের সাথে ঠিকমতো ব্যবহার করি!!!TRATTIAMO I CAPELLI CON UN PO' DI GRAZIA!!!!
41নিজের চুলকে নিজের মতো ভালোবাসুন!!!!AMIAMO I NOSTRI CAPELLI COME NOI STESSE!!!!
42সবশেষে মাই আফ্রিকান ফাদার ব্লগ এর বামেন্ডা বেইবস ক্যামেরুন থেকে কয়েকটি রেসিপি দিয়েছে।Per finire, Bamenda Babe, sul blog My African Father pubblica alcune ricette di cucina dal Camerun.
43অনেক বছর আমেরিকায় থাকার পর, এই ব্লগের মাধ্যমে এই মহিলা তার শেঁকড়ের সাথে সংযুক্ত হতে চায় ক্যামেরুনের বিভিন্ন পদের রান্নাবান্না করে:Vivendo da anni negli Stati Uniti, con questo blog vuole ricongiungersi alle proprie radici e si è anche messa a seguire la cucina camerunense:
44আমেরিকায় কোহকি-কর্ণ তৈরি করা বেশ বড় ধরনের কসরতের কাজ।Qui negli Stati Uniti è un'impresa acrobatica preparare il nostro kohki-corn.
45মানুষ কোথায় থেকে কলা পাতা পাবে কোহকিকে মুড়ে ভাপে দেয়ার জন্য?Si trovano le foglie di plantago per avvolgere il granoturco prima di passarlo al vapore?
46আর এর আগে- সব কিছুর আগে- কোথায় থেকে ওই বীজ পাওয়া যাবে যাতে কাজ হবে?E prima ancora - e innanzitutto - c'è modo di trovare granoturco come si deve?
47এখানে দোকানে যে বীজ পাওয়া যায় তা বেশী নরম, বেশী পানি থাকে তাতে আর অনেক বেশী মিষ্টি।Quello che vendono qui è troppo morbido, acquoso e dolciastro.
48এখানে কোন তাজা কোকোয়াম পাতা কি পাওয়া যায়?C'è qualche foglia fresca di patata dolce da queste parti?