Sentence alignment for gv-ben-20110217-15700.xml (html) - gv-ita-20110212-32240.xml (html)

#benita
1কলম্বিয়া: যদি মুবারক একজন কলম্বিয়ান হতেনColombia-Egitto: se Mubarak fosse colombiano….
2যখন মিশরীয় রাষ্ট্রপতি হোসনি মুবারক ১০ ফ্রেব্রুয়ারি তারিখে, তার হতাশজনক ভাষণটি প্রদান করেন, সে সময় #সিমুবারকফুয়েরাকলম্বিয়ানো (যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন) নামক হ্যাশট্যাগ স্থানীয় টুইটারস্ফেয়ারে একটি আলোচিত বিষয়ে পরিণত হয়)La sera di giovedì 10 febbraio, mentre l'ormai ex presidente egiziano pronunciava quel deludente discorso [en], nella twittosfera colombiana andava diffondendosi l'hashtag #siMubarakfueracolombiano (“se Mubarak fosse colombiano”) .
3উদাহরণ হিসেবে বলা যায়, কয়েকজন ব্লগার তাকে কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির সাথে তুলনা না করে পারেনি: @এফমোরালেস্টDiversi utenti non hanno saputo resistere, paragonando variamente Mubarak al presidente colombiano uscente.
4# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে সে @ আলভারোউরিবেভেলে কে ভয় পেতেন।@afmoralest [es, come i link successivi]:
5[ আলভারো উরিবে কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি]#SiMubarakFueraColombiano avrebbe paura di @Alvarouribevel [presidente uscente Álvaro Uribe, it].
6@ইয়ুদেনাগিব@YudeNaguib:
7# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি [ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ] শ্যাভেজ এবং [কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি] @আলভারোউরিবেভেল-এর সেরা বন্ধু হতেন।#SiMubarakFueraColombiano sarebbe il miglior amico[en] del [presidente Venezuelano Hugo] Chavez e di @AlvaroUribeVel.
8@ হুয়ানপাবলোভেগাবি@JuanPabloVegaB:
9# যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে বলতেন “আমি এখানে আছি এবং এখানে থেকে যাবার জন্যই আছি” [যেমনটা কলম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি আর্নেস্টো সামপের বলেছিলেন]#SiMubarakFueraColombiano “Sto qui e non mi muovo” [come ha dichiarato l'ex-presidente colombiano Ernesto Samper].
10অন্যরা তাকে স্থানীয় রাজনৈতিক ঘটনাবলীর সাথে যুক্ত করেছে:Altri non mancano di rivisitare eventi politici locali:
11@ভোপা১@vopa1:
12#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে ইতোমধ্যে তিনি বিপ্লবকে আমপারো নামক আইনের মাধ্যমে আদালতে পরাস্ত করে ফেলতেন।#SiMubarakFueraColombiano avrebbe già sconfitto la rivoluzione in tribunale con una normativa ad hoc (amparo)
13@ডনআলভার@donAlvar:
14#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, সেক্ষেত্রে নুলে গ্রুপ ইতোমধ্যে তাহরির স্কোয়ারে একটি গাড়ি রাখার এলাকা (পার্কিং লট) তৈরির জন্য চুক্তি লাভ করত#SiMubarakFueraColombiano il gruppo Nule avrebbe già un contratto per costruire un parcheggio a Tahrir Square.
15@ওলাগাকোস্টানি@olgacostany
16#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি তার বাসায় জলহস্তি পুষতেন.#SiMubarakFueraColombiano avrebbe degli ippopotami in casa.
17@সান্তানা_মাও@santana_mao
18#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, সেক্ষেত্রে [প্রাক্তন সিনেট সদস্য] পিয়েদাদ কর্ডোবা তার ভাবমূতি নির্মাণ উপদেষ্টা হতেন।#SiMubarakFueraColombiano [l'ex senatore] Piedad Córdoba sarebbe il suo consulente per l'immagine pubblica.
19@ফরিদজারদিবিয়া@FaridZardibia:
20#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, [ রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা] জোসে ওবদুলিও [গাভারিয়া] মাথায় পাগড়ী দিতেন এবং তার বগলে একটা কোরান রাখতেন।#SiMubarakFueraColombiano [l'ex consigliere presidenziale] José Obdulio [Gaviria] indosserebbe un turbante e avrebbe il Corano sottobraccio.
21এ ক্ষেত্রে তার কাছে পিঞ্চার নামক কুকুরের বাদলে উট থাকত [ প্রাক্তন কৃষি মন্ত্রী আন্দ্রেস ফিলিপে আরিয়াস]Non avrebbe un Pincher ma ‘cammello' [ex-Ministro dell'Agricoltura Andres Felipe] Árias.
22@ফার্নান্দোকানকো@FernandoCanoC:
23#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন ইনগ্রিড [ইনগ্রিড বিটেনকোর্ট, কলম্বিয়ার একজন রাজনীতিবীদ, এবং দুর্নীতি বিরোধী এক কর্মী] ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করত এবং এর ফলে মুবারককে পিরামিড বন্ধক দিতে হত#SiMubarakFueraColombiano Íngrid [Betancourt] lo avrebbe già citato in tribunale e lui avrebbe dovuto aprire un mutuo sulle piramidi.
24কয়েকজন ব্যবহারী এমনকি এই বিষয়ে জিজ্ঞাসা করেছে:@Juanesg si chiede:
25@জুয়ানইএসজি #যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, দাঁড়ান, আমরা শতভাগ নিশ্চিত যে তিনি একজন কলম্বিয়ান নন??? …#SiMubarakFueraColombiano, un momento, siamo sicuri al 100% che non sia colombiano??? …
26@আন্দ্রেসক্রিসপিন, দুজনের মধ্যে অন্তত একটা মিল খুঁজে পেয়েছে:@AndresCrispin vi trova almeno una somiglianza:
27#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে সাংবাদিকদের শান্তি দেওয়া হত…দাঁড়ান, এই বিষয়টি এখানো ঘটে, o_o#SiMubarakFueraColombiano i giornalisti verrebbero minacciati… UN MOMENTO, anche qui succede lo stesso o_o
28সবশেষে, অন্য টুইটার ব্যবহারকারীরা বিশ্বাস করে যে, মিশরে যে বিপ্লব সংগঠিত হয়েছে তা কলম্বিয়ায় ঘটা অস্বাভাবিক:Infine, altri utenti pensano che una rivoluzione come quella egiziana sarebbe impossibile in Colombia.
29@মাইলোসার@MyloSR:
30#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন, কারণ আমরা এতই অলস যে প্রতিবাদ করতে অনিচ্ছুক।#SiMubarakFueraColombiano sarebbe ancora al potere perchè siamo troppo pigri per protestare.
31@জার্মানসেরন@GermanCeron:
32#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে তিনি অনেক নিশ্চিন্ত থাকতেন, কারণ কলম্বিয়া কেউ প্রতিবাদ করে না এবং এখনকার তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়।#SiMubarakFueraColombiano rimarrebbe del tutto tranquillo, perchè in Colombia nessuno protesta e i giovani non si preoccupano del loro futuro.
33@জাসর৩ডি@Jacr3D:
34#যদি মুবারক একজন কলম্বিয়ান হতেন, তাহলে এই মুর্হূতে আমরা টুইটারে প্রবেশ করত পারতাম না এবং এ রকম এক অর্থহীন হ্যাশট্যাগের কোন অস্তিত্ব থাকত না।:D#SiMubarakFueraColombiano adesso saremmo senza Twitter e un hashtag così stupido nemmeno esisterebbe :D