Sentence alignment for gv-ben-20140625-43628.xml (html) - gv-ita-20140615-92655.xml (html)

#benita
1চীনে কুকুরের মাংস উৎসব- নিষ্ঠুরতা নাকি সংস্কৃতি?Cina: festival della carne di cane – crudeltà o fattore culturale?
2চীনের কিছু অংশে, আহারের টেবিলে কুকুরের মাংসের উপস্থিতিকে সুস্বাদু উপাদান হিসেবে বিবেচনা করা হয় এবং দেশটির কুকুরের মাংস ভক্ষণের ইতিহাস খ্রিষ্টপূর্ব ৫০০ বছর বা তার বেশী পুরোনো।In alcune zone della Cina la carne di cane è considerata una prelibatezza della tavola e la pratica di consumarla esiste [it] dal 550 DC, se non da prima.
3তবে, বর্তমানে যখন চীনে কুকুরকে পোষা প্রাণী হিসেবে গ্রহণ করার প্রবণতা বাড়ছে, তখন তারা কুকুরের মাংস ভক্ষণকে নিষ্ঠুর এবং বর্বর আচরণ বলে বিবেচনা করছে।Tuttavia, visto che al giorno d'oggi sempre più cinesi possiedono cani come animali domestici, si considera mangiare carne di cane un'abitudine crudele e barbara.
4বিগত কয়েক বছর ধরে প্রাণী অধিকার সংগঠন, কুকুরের মাংস গ্রহণের বিরুদ্ধে অনলাইন এবং অফলাইন, উভয় স্থানে বেশ কিছু প্রচারণা শুরু করেছে।Negli ultimi anni, gli attivisti per i diritti degli animali hanno lanciato diverse campagne, sia online [en, come i link seguenti, salvo diversa indicazione] che offline, contro il consumo di carne canina.
5প্রতি বছর তারা কুকুরের মাংস ভক্ষণ উৎসবের বিলুপ্তির আহ্বান জানায়, বিশেষ করে যেখানে সরাসরি রান্নার জন্য প্রস্তুত কুকুরের কাচা মাংস (হটপট) লিচু এবং শক্তিশালী পানীয় সহযোগে খাওয়ার মত ঘটনা ঘটে।Ogni anno, chiedono l'abolizione del festival annuale di carne canina, dove si mangia stufato di cane con litchi accompagnato da liquore forte.
6চন্দ্রবর্ষ অনুসারে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে হেলে থাকে (সামার সলিস্টিক), সেই সবচেয়ে সময় গুয়াংশি প্রদেশের ইয়ুলিন সিটিতে এই উৎসবের আয়োজন করা হয়।L'evento ha luogo nella città di Yulin, provincia del Guangxi, durante il solstizio estivo del calendario lunare.
7এই বছর ২১ জুন এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ।Quest'anno, la data è il 21 giugno.
8অন্যদিকে স্থানীয় অধিবাসীরা দাবী করছে যে এই উৎসব শহরের সংস্কৃতিক ঐতিহ্য এবং এবং তা-এই মাংস ভক্ষণ প্রথা অনুশীলনের অংশ।D'altra parte, i residenti locali sostengono che il festival sia parte del patrimonio culturale e della pratiche tradizionali della città.
9গত বছর, প্রাণী অধিকার সংগঠন হিসেবে করে দেখেছে যে উৎসবের সময় প্রায় ১০,০০০ কুকুর মারা হয়েছে।L'anno scorso, gli attivisti per i diritti degli animali hanno stimato che sarebbero stati uccisi più di 10,000 cani durante il festival.
10নীচে ২০১৩ সালের কুকুরের মাংস উৎসবের প্রস্তুতি নিয়ে অ্যাপেল ডেইলির করা এক সংবাদ তুলে ধরা হল:Qui sotto vi è il report di Apple Daily sulla preparazione della carne di cane nel festival 2013:
11এই বছর কুকুরের মাংস উৎসব বিরোধী প্রচারণা মে মাসের শুরুতে শুরু হয়।La campagna di quest'anno contro il festival di carne canina è cominciata all'inizio di maggio.
12তখন থেকে সচেন কুন এবং ইয়াং মিং-এর মত এই দলের সেলিব্রেটি সদস্যরা এ উৎসবের বিলুপ্তির দাবীতে সোচ্চার হয়ে ওঠে।Da allora, un certo numero di celebrità come Chen Kun e Yang Mi hanno espresso il loro parere a favore dell'abolizione del festival.
13উৎসবের দিন যত ঘনিয়ে আসতে থাকে, সিনা ওয়েবোতে চীনের নেট নাগরিকরা কুকুর মাংস উৎসব বিরোধী টুইট করতে থাকে।Con l'avvicinarsi del festival, su Sina Weibo i netizen cinesi hanno iniziato a condividere messaggi contro il festival.
14এখানে প্রচলিত এক আন্দোলন বার্তা রয়েছে, যা লিখেছে ওয়েবো ব্যবহারকারী “সিঙ্গিং ফেইফেই” (@踏歌的菲菲), যার সাথে দুটি প্রচারণার স্টিকার যুক্ত করা হয়েছে:Qui di seguito c'è un tipico messaggio [zh] della campagna scritto dall'utente “Singing Feifei” (@踏歌的菲菲), con allegati due stickers della campagnai:
15ওয়েবো-তে কুকুরের মাংস উৎসব বিরোধী প্রচারণার দুটি স্টিকার ছড়িয়ে পড়েছে।Due stickers della campagna contro il festival della carne canina che circolano su Weibo.
16ওয়েবো ব্যবহারকারী সিঙ্গার ফেইফেই-এর মাধ্যমে পাওয়া।Immagine dell'utente “Singer Feifei”.
17কেন আমাদের কুকুরের মাংস উৎসবের প্রয়োজন?Perchè abbiamo bisogno del festival della carne canina?
18কল্পনা করুন যে মানবদের খাঁচায় পুরে রাখা হয়েছে এবং তাদের একেক জন অপরজনকে খুন হতে দেখছে এবং অপেক্ষা করছে কখন নিজের পালা আসবে।?!Immaginate mettere esseri umani in una gabbia a guardarsi l'uno con l'altro mentre vengono uccisi e aspettano il proprio turno.
19তাদের চোখের সে করুন দৃষ্টি।Lo sguardo disperato nei loro occhi.
20জন সমর্থনের মাধ্যমে, প্রাণী অধিকার কর্মীরা ইয়ুলিনে গিয়ে স্থানীয় সরকারে কাছে এই উৎসব বন্ধের জন্য তদবির করছে।Con il supporto della popolazione, gli animalisti sono andati a Yulin a fare pressione al governo locale per fermare il festival.
21এছাড়াও প্রাণী অধিকারের দৃষ্টিতে, তারা খাদ্য নিরাপত্তা এবং এর বৈধতার বিষয় নিয়ে যুক্তি উপস্থাপন করেছে, যেহেতু গত বছর কৃষি মন্ত্রণালয়, কুকুর এবং বেড়ালের উপর কোয়ারেন্টাইন বা রোগ সংক্রমণ রোধে প্রাণীকে আলাদা করে রাখার নির্দেশ জারি করেছে, যার ফলে পরিবহনের আগে এই সমস্ত প্রাণীদের গবেষণাগারে কোয়ারেন্টাইন করতে হবে।In aggiunta alla prospettiva dei diritti degli animali, hanno messo davanti la sicurezza del cibo e l'argomentazione giuridica secondo cui il Ministro dell'Agricoltura abbia deliberato un regolamento di quarantena per cani e gatti lo scorso anno, richiedendo la quarantena per gli animali prima che venissero trasportati.
22এদিকে গবেষণাগারে কোয়ারেন্টাইন করার জন্য প্রতিটি কুকুরের জন্য ২০০ থেকে ৩০০ ইউয়ান (প্রায় ৩০ থেকে ৪০ মার্কিন ডলার) প্রদান করতে হয়, স্থানীয় অধিবাসীরা এই মূল্য প্রদানে ইচ্ছুক হবে না নয়।Dal momento che la quarantena in laboratorio costerebbe dai 200 ai 300 yen per cane (all'incirca 30-48 dollari), i residenti locali non sarebbero inclini a sostenerne il costo.
23অবৈধ ভাবে কুকুরের মাংস গ্রহণকে কর্তৃপক্ষ উৎসাহ প্রদানের সাথে যুক্ত, এই অভিযোগ এড়ানোর জন্য, ইয়ুলিনের সরকার ৬ জুন তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে [ চীনা ভাষায়] যে সামার সলিষ্টিকে লিচু সহযোগে কুকুরের মাংস ভক্ষণ উৎসব বলে কিছু নেই” এবং সরকার অথবা কোন ধরনের সুশীল সংগঠন তথাকথিত এই উৎসবের কোনদিন কোন উদ্যোগ গ্রহণ করেনি”… সামার সলিষ্টিকের সময় এটা এক ধরনের সামাজিক মিলন মেলার উৎসব।Per evitare l'accusa che le autorità siano coinvolte nell'incoraggiare il consumo illegale di carne canina, il governo di Yulin ha rilasciato un comunicato stampa il 6 giugno [zh, come tutti i link seguenti] in cui “non c'è niente che si chiami “Festival del Solstizio d'Estate della Carne Canina con Litchi” e che il cosiddetto festival “non è mai stato istituito da nessun governo o organizzazione civile…è una forma di raduno sociale durante il solstizio d'estate”.
24এদিকে যখন সরকার উৎসব থেকে নিজেদের হাত গুটিয়ে নিচ্ছে, তখন কুকুর মাংস প্রেমী এবং ইয়ুলিন-এর বাসিন্দারা লড়াই শুরু করেছে এই বলে যে প্রাণী অধিকার কর্মীদের নাগরিকের কুকুরের মাংস খাওয়া বন্ধ করার কোন অধিকার নেই [চীনা ভাষায়]Mentre il governo di Yulin se ne lava le mani del festival, gli amanti della carne di cane e i residenti della città stanno controbattendo, dicendo che gli animalisti non hanno il diritto di fermare le persone dal mangiare carne di cane.
25চীনা খাদ্য সংস্কৃতি এবং ব্যক্তি অধিকার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় জোরালো ভাবে আওয়াজ তুলেছে।La cultura culinaria cinese e l'argomento dei diritti individuali hanno anche trovato una grande eco nei social media cinesi.
26যেমন এর এক উদাহরণ, শিয়া প্রটেকটর (@希瓦的守护) বলছে :Per esempio, l'utente “Xiya protector” (@希瓦的守护) ha detto:
27আমি কুকুর পছন্দ করি এবং কোনদিন কুকুরের মাংস খাইনি,কিন্তু ইয়ুলিনের নাগরিকদের কুকুরের মাংস ভক্ষণের বিরোধিতার কোন কারণ খুঁজে পাইনি।Mi piacciono i cani e non ho mai mangiato carne di cane, ma non trovo nessuna ragione per opporsi agli abitanti di Yulin che ne mangiano.
28নিজের পছন্দের কারণে একজন আরেকজনের পছন্দের বিরোধীতা করতে পারে না।Un individuo non può negare le scelte degli altri a causa delle proprie preferenze.
29লু ডাহেং (@卢-达恒) বিশ্বাস করে এই বিতর্কিত বিষয়টি হচ্ছে সংস্কৃতিক এক দ্বন্দ্বের প্রতিফলন:L'utente Lu Daheng (@卢-达恒) crede che la controversia sia frutto di un conflitto culturale:
30লু ডাহেং: “কুকুর মানুষের বন্ধু এবং তার মাংস খাওয়া উচিত না”।Lu Daheng: il cane è amico dell'uomo e non può essere mangiato.
31পশ্চিমা বিশ্ব থেকে এই ধরণের চিন্তা এসেছে।Una tale idea viene dal mondo occidentale.
32ইয়ুলিনের কুকুরের মাংস উৎসব একটি স্থানীয় ঐতিহ্য।Il festival dalla carne canina è una tradizione locale di Yulin.
33দৃশ্যত যেমনটা মনে হচ্ছে, কুকুরে মাংস খাওয়া যাবে না এমন যুক্তি কুকুরের সাথে মানুষের সম্পর্কের কারণে নয়, বরঞ্চ এটা পূর্ব এবং পশ্চিমের চিন্তার দ্বন্দ্বের কারণে সৃষ্টি হয়েছে।L'argomento che la carne di cane non può essere consumata non ha a che fare, come sembra, con la relazione dell'uomo con il cane ma con il conflitto tra pensiero occidentale e orientale.
34এই বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে যৌক্তিক আলোচনাটা হয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে।Finora l'argomento più convincente è quello della sicurezza del cibo.
35এই বিষয়ে আপোষ এমন এক ব্যবস্থা তৈরী করবে যা কুকুরের মাংস সরাসরি নিষিদ্ধ করার বদলে তা নিরাপদ করার নিশ্চয়তা প্রদান করবে।Il compromesso potrebbe essere un sistema che garantisca la sicurezza della carne di cane piuttosto di un divieto incondizionato.
36ওয়েবোতে ডাক্তার লুই লাং পরামর্শ প্রদান করছে:Il dottor Lui Lang su Weibo ha suggerito:
37যদি আমরা কুকুরের মাংসের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে কুকুর প্রজনন ফার্মগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।Se dobbiamo garantire la sicurezza della carne di cane, gli allevamenti dovrebbero essere regolati.
38প্রতিটি কুকুরকে চিহ্নিত করে রাখতে হবে যাতে কোন সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের পক্ষে সেটাকে চিহ্নিত করা সম্ভব হয়।Ogni cane dovrebbe essere marcato così che se c'è qualcosa di sbagliato, possa essere rintracciato fino all'allevamento.
39যাতে কুকুরের ভেতরে কোন পরজীবী না থাকে তার জন্য কুকুরকে অবশ্যই নিয়মিত টিকা এবং ওষুধ প্রদান করতে হবে।[I cani dovrebbero essere vaccinati e prendere regolari antiparassitari.
40…] যদি সকল পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে গরুর মাংসের চেয়ে কুকুরের মাংসের দাম বেশী হয়ে পড়বে।[…] Se vengono adottate tutte queste misure, il prezzo della carne di cane sarebbe molto più cara del manzo.
41কিন্তু নিরাপত্তা সাধনের বিনিময়ে এই ধরনের মূল্য বৃদ্ধিতেও প্রাণী অধিকার কর্মীর খুশিও নয়।Ma gli animalisti non sono felici dello scambio, l'utente Disaur ha esclamato:
42ডিসুর বিস্মিত উক্তি : আমরা কুকুরের মাংসের উৎসব এবং তা ভক্ষণ বয়কট করছি ।Noi boicottiamo il festival della carne canina e la pratica di mangiare il cane.
43আমরা কোনদিন কুকুরের মাংস ভক্ষণ করব না।Non mangeremo mai carne di cane.
44নিঃসন্দেহে, কুকুরের মাংস ভক্ষণ কারো ব্যক্তিগত স্বাধীনতা এবং সে বিষয়ে হস্তক্ষেপ করার আমাদের কোন অধিকার নেই।Certamente, il consumo della stessa è una libertà dell'individuo e noi non abbiamo il diritto di intervenire.
45কিন্তু আমরা কুকুরের মাংস উৎসব বয়কট করব এবং মাংসের জন্য নির্মম ভাবে কুকুর নিধন এবং এই ব্যবসার নিন্দা জানাবো।Ma dobbiamo boicottare il festival, condannare i massacri e i commercianti di cani.
46কুকুর এবং কোন ভাবে বেড়ালের মাংসের ব্যবসা এবং তাদের নির্মম ভাবে নিধনকে বৈধ করার কোন পন্থা থাকতে পারে না। [… ]In nessun modo il commercio e il massacro di cani e gatti possa essere legalizzato [… ]