# | ben | ita |
---|
1 | বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিস | India: il servizio telegrammi va in pensione dopo 160 anni di attività |
2 | ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিস। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিযোগাযোগ সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এই সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। | La compagnia statale indiana di telecomunicazioni Bharat Sanchar Nigam Limited (BSNL), ha annunciato l'interruzione del suo servizio telegrammi [en, come tutti i link successivi], attivo da ben 160 anni. |
3 | যদিও এখনো প্রতিদিন হাজার হাজার টেলিগ্রাম পাঠানো হয়ে থাকে। কিন্তু সরকারকে এই খাতে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। | Nonostante ogni giorno si registrino ancora migliaia di telegrammi spediti e ricevuti, la compagnia deve affrontare grosse perdite di capitale. |
4 | লোকসান কমাতে গতবছরই টেলিগ্রাম চার্জ পুনর্মূল্যায়ন করা হয়েছিল। তবে তা যথেষ্ট ছিল না। | Il servizio era già stato ridotto lo scorso anno, ma questa misura non era bastata ad ammortizzare le perdite. |
5 | ভারতের টেলিগ্রাম সার্ভিস ছিল বিশ্বের সর্বশেষ সবচেয়ে বৃহত্তম টেলিগ্রাম সার্ভিস। | Il servizio, che è l'ultimo nel mondo ad operare su larga scala, chiuderà i battenti il prossimo 15 luglio. |
6 | আগামী ১৫ জুলাই ২০১৩ তারিখে এটি বন্ধ হয়ে যাবে। ভারতে টেলিগ্রাম সার্ভিসের ইতিহাস বেশ পুরোনো। | La storia del telegramma in India risale al 1850, quando il primo messaggio fu inviato da Calcutta, (oggi Kolkata), a Diamond Harbour, a 50 km di distanza. |
7 | ১৮৫০ সালে এই সার্ভিস চালু হয়েছিল। আর প্রথম টেলিগ্রাম পাঠানো হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবারে। | Il blogger e giornalista Shivam VJ descrive il declino del servizio di telegrammi: |
8 | দুটি জায়গার মধ্যে দূরত্ব ছিল ৫০ কিলোমিটার। সরকারি এই সেবার পতনের কারণ সম্পর্কে বিস্তারিত বলেছেন ব্লগার এবং সাংবাদিক শিভাম ভিজে: | Nel 1985 il servizio toccò il suo apice, con 60 milioni di telegrammi spediti e ricevuti all'anno, in 45.000 uffici in tutta l'India. |
9 | ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি যখন সর্বোচ্চ শিখরে অবস্থান করছে, সেই বছরে তারা ভারতের ৪৫ হাজার অফিসের মাধ্যমে ৬০ মিলিয়ন টেলিগ্রাম আদান-প্রদান করেছিল। | |
10 | আজ তাদের সর্বসাকুল্যে অফিস সংখ্যা ৭৫টি। সেগুলোর অবস্থান আবার ভারতের ৬৭১টি শহরজুড়ে। | Oggi restano solo 75 uffici, anche se sono ancora presenti in tutti i 671 distretti del Paese. |
11 | একদা এই শিল্পে যেখানে ১২ হাজার ৫০০ কর্মী নিয়োজিত ছিলেন, এখন সেখানে কাজ করছেন ৯৯৮ জন কর্মী। | Un'industria che impiegava 12.500 persone, ora dà lavoro soltanto a 988 dipendenti. |
12 | ভারতের একটি টেলিগ্রাফের রিসিট যেখানে ১৯০০-১৯০৪ সালের কাছাকাছি সময় নির্দেশ করে। | Ricevute di telegrammi indiani, circa 1900-1904. |
13 | ছবি নেয়া হয়েছে উইকিমিডিয়া কমন্সের পাবলিক ডোমেইন থেকে। | Immagine di dominio pubblico via Wikimedia Commons. |
14 | ভবিষ্যতে এই শিল্প নিষ্প্রভ হয়ে যাবে, তা পাঁচ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্লগার ও সাংবাদিক সিডিন ভাডুকুট। | |
15 | নতুন প্রযুক্তি এসে টেলিগ্রামকে বাহুল্য করে দিবে এবং সার্ভিসটি ধুঁকে ধুঁকে মারা যাবে। | Già cinque anni fa il blogger e giornalista Sidin Vadukut prevedeva sul quotidiano finanziario Live Mint il declino del servizio. |
16 | সোশ্যাল মিডিয়ায় অনেকেই টেলিগ্রামের সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করেছেন। | Del resto la diffusione di nuove e più veloci tecnologie di comunicazione lasciava presagire la fine del telegramma. |
17 | আশা পেরিনচেরি, তার ব্লগের সেই সোনালি ইতিহাসের কথা স্মরণ করে লিখেছেন: | Sui social network sono molti i ricordi condivisi legati alla lunga storia del telegramma. |
18 | এমনকি ১৯৮৩ সালে আমার যখন বিয়ে হয়, স্পষ্ট মনে আছে খুব কাছের একজনের কাছ থেকে একমাত্র টেলিগ্রামটি পেয়েছিলাম। | |
19 | সে আমাকে শুভেচ্ছা জানিয়ে আসতে না পারার কথা জানিয়েছিল। | Asha Perinchery scrive sul suo blog: |
20 | মিশেল নামের একজন মোবাইল মার্কেটিং ওয়াচে দাবি করেছেন, এসএমএস এবং মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে টেলিগ্রামের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। | Per il mio matrimonio, nel 1983, ricordo di aver ricevuto gli auguri via telegramma da quanti non potevano essere presenti. |
21 | ৯০০,০০০ জনের বেশি ভারতীয়ের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। | |
22 | এবং ১২০ মিলিয়ন ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন। মিডিয়া কোম্পানি এমএক্সএম ইন্ডিয়া লিখেছেন: | Michael afferma sul sito Mobile Marketing Watch, che sono i cellulari e gli SMS ad aver ucciso il telegramma. |
23 | প্রযুক্তির অগ্রগতিতে আমরা বিভিন্ন টিএস-এর মৃত্যু দেখেছি। প্রথমটা ছিল ট্র্যাঙ্ক কল। | Più di 900.000 indiani possiedono dei cellulari, e 120 milioni di persone hanno accesso ad internet. |
24 | এরপরে টেলেক্স এবং টেলিপ্রিন্টার। | La compagnia di comunicazione MXM India scrive: |
25 | আর এখন দেখলাম টেলিগ্রাফ। টেলিগ্রাম বন্ধ হওয়ায় ঘোষণায় টুইটারে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। | I progressi della tecnologia hanno segnato le tappe della scomparsa di vari mezzi di comunicazione: prima la chiamata interurbana, poi il telex e la telescrivente, ed ora il telegramma. |
26 | টুইটার ব্যবহারকারী টিকে (@TeeKay_Inc) লিখেছেন: | Altre reazioni arrivano da Twitter. L'utente @TeeKay_Inc commenta: |
27 | @TeeKay_Inc: একটা যুগোর সমাপ্তি। | @TeeKay_Inc: La fine di un'era. |
28 | থামো। | Stop. |
29 | ভারত টেলিগ্রামকে ছেঁটে ফেললো। | L'India cancella il telegramma. |
30 | বন্ধ করো। | Stop. |
31 | হিন্দুস্তান টাইমসের সাংবাদিক মাধবন নারায়ণ (@madversity) স্মার্টফোন এবং টেলিগ্রামের খরচের মধ্যেকার বিপরীত চিত্র তুলে ধরে লিখেছেন: | Madhavan Narayan, giornalista dell' Hindustan Times (@madversity), confronta i costi dei telegrammi con quelli dei moderni smartphone: |
32 | @madversity:১৯৬০/৭০ সালে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে দু'শব্দের টেলিগ্রাম পাঠাতে খরচ হতো ১০ রূপী। | @madversity: Negli anni '60 e '70 un telegramma di due parole dal nord al sud dell'India costava 10 rupie. |
33 | আর এখন আমরা ভিডিও কল করি প্রায় বিনাপয়সায়। | Ora è possibile videochiamare in tempo reale quasi gratuitamente. |
34 | প্রযুক্তিবিদ মানসআরএম (@ManasRM) এই সার্ভিসের প্রশংসা করে লিখেছেন: | Il tecnico ManasRM (@ManasRM), tuttavia, loda nostalgicamente il servizio: |
35 | @ManasRM: শান্তিতে থাকো ভারতীয় পোস্ট টেলিগ্রাম সার্ভিস- বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার দিনগুলোতে তুমি আমার কাছে কতইনা ভালো-মন্দ খবর পৌছে দিতে। | @ManasRM: Servizio telegrammi delle posta indiana R.I.P. - portatore di buone e cattive notizie nei miei giorni da studente. |
36 | সারাবিশ্বের টেলিগ্রাম সার্ভিসের বর্তমান কী অবস্থা, তা এখানে দেখুন। | Qui si trovano informazioni sullo status attuale dei diversi servizi di telegrammi nel mondo. |