Sentence alignment for gv-ben-20131110-39169.xml (html) - gv-ita-20130912-84413.xml (html)

#benita
1নির্মাতাদের শ্যেন দৃষ্টি পড়ায় পেরুতে প্রাচীন পিরামিড ধ্বংস হয়ে গেছেPerù: la lotta per salvare El Paraíso
2এই পোস্টটি মূল পর্তুগীজ ভাষায় লিখেছেন জেসিকা মোটা যা #পাত্রিমোনিও আমিকাডো (পর্তুগীজ ভাষায় “হুমকির মুখে ঐতিহ্য”) সম্পর্কিত ধারাবাহিকের অংশ হিসাবে গত ২১শে আগস্ট ২০১৩ তারিখে ব্রাজিলের অনুসন্ধানমূলক সংবাদ সংস্থা আজেন্সিয়া পুবলিকা কর্তৃক প্রথম প্রকাশিত হয়েছিল।Questo articolo, scritto da Jessica Mota, è stato pubblicato originariamente [pt, come i link successivi salvo diversa indicazione] il 21 agosto del 2013 da parte di Agencia Pública (Agenzia pubblica) in una serie dedicata al Patrimonio minacciato.
3২৯শে জুন, শনিবার, বিকাল চারটের সময় ৫১ বছর বয়স্ক মহিলা এস্টিকিলা রোসালেস তাঁর খুবই পরিচিত পুরাতাত্ত্বিক স্থানটির অপর দিক থেকে আসা একটি শব্দ শুনেছিলেন।Erano le quattro del pomeriggio di sabato 29 giugno, quando Estequilla Rosales, una peruviana di 51 anni, ha sentito un rumore provenire dall'altro lato del sito archeologico che conosce bene.
4তিনি কাপাক সুমাক আইল্লু [স্প্যানিশ ভাষায়], সমিতিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে ১৪ বছর ধরে পেরুর জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এল পারাইসোতে ৪৫ হেক্টর জায়গা জুড়ে থাকা পেরুর অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স রক্ষায় সাহায্য করার দায়িত্বে আছেন।Da quattordici anni vicepresidente dell'associazione Kapaq Sumaq Ayllu, Rosales porta avanti la missione di aiutare a proteggere un patrimonio culturale del Perù: il complesso archeologico El Paraíso (il paradiso), che con i suoi 45 ettari, è uno dei maggiori e più antichi del Paese.
5এটিই সেই স্থান যেখানে তিনি তাঁর দিনগুলি কাটান। এবং এর কাছাকাছি সান্টা জোসেফিনা পাহাড়ে তিনি তাঁর বাড়ি বানিয়েছেন।Lì trascorre i suoi giorni, la sua casa si trova sulla collina di Santa Josefina.
6শব্দটা এমন একটা কিছু থেকে আসছিল যা এস্টিকিলা কখনোই আশা করেন নি, এমনকি কখনো দুঃস্বপ্নেও ভাবেন নি।Il rumore indicava qualcosa che Estequilla non avrebbe immaginato nemmeno nel suo peggior incubo.
7একদল লোক স্থানটিতে অবস্থিত এগারোটি পুরাতাত্ত্বিক ঢিবির মধ্যে একটিকে ধ্বংস করার জন্য ভারী যন্ত্র ব্যবহার করছিল।Un gruppo di uomini, per mezzo di escavatori e montacarichi, ha distrutto una delle undici collinette archeologiche registrate nella zona.
8এই ছোট ঢিবির নিচে, চার থেকে ছয় মিটার লম্বা এবং ২. ৫ বর্গ কিলোমিটার জুড়ে প্রাচীন কালের একটি ইনকা-পূর্ব পিরামিড ছিল।Al di sotto di questa collinetta si trovava una piramide Pre-Inca dai quattro ai sei metri di altezza, che si estendeva per 2,5 chilometri quadrati.
9এই স্থানেই এল পারাইসো পিরামিডগুলির একটিকে ভেঙে ফেলা হয়েছিল, যার চিহ্ন বালিতে দেখা যাচ্ছে।Il luogo dove si trovava una delle piramidi di El Paraíso, dove si vede la sabbia rimossa.
10ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাFoto: Jessica Mota / Agencia Pública
11“আমি মরিয়া হয়ে উঠেছিলাম, এখানে কোনো টেলিফোন সিগন্যাল না থাকায় কী করব বুঝতে পারছিলাম না।“Mi sentivo impazzire, non sapevo cosa fare, perché qui non ho copertura telefonica.
12তাই আমি পাহাড়ে চড়েছিলাম এবং প্রহরীকে পুলিশ ডাকতে বলেছিলাম”, এস্টিকিলা স্মরণ করেছিলেন:Così sono salita su per la collina chiedendo alla vigilanza di avvisare la polizia”, racconta Estequilla:
13এখন আমি শান্ত বোধ করছি।Ora mi sento più tranquilla.
14কিন্তু যখন এটি ঘটেছিল, আমি প্রকৃতই একটি গভীর বেদনা অনুভব করেছিলাম, মনে হয়েছিল যেন এটা কোনো মানুষ, এমন কেউ যে আমার খুব প্রিয়।Però appena è successo il fatto, ho provato un immenso dolore, come se fosse accaduto qualcosa a una persona a me cara.
15কারণ এটা আমার দেশের অংশ, ওরা আমার পরিচিতি, আমার সংস্কৃতিকে খুন করছিল।Inoltre, è parte del mio Paese, stavano uccidendo la mia identità, la mia cultura.
16যেমন অনেকেই বলবেন, এটি যেন দেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা।E questo è, per così dire, una sorta di tradimento della Patria.
17আমি গভীরভাবে দুঃখিত যে একজন পেরুবাসী এতটাই নির্বোধ হতে পারে যে সে এই ধরনের বিধ্বংসী কাজ করতে পারে।Mi dispiace molto che un peruviano possa essere tanto ignorante e capace di causare così tanta distruzione.
18পেরুর লিমা রাজ্যের অন্তর্গত এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সের অবস্থান।Localizzazione del Complesso archeologico El Paraíso vicino a Lima, Perú.
19নকশা: আজেন্সিয়া পুবলিকার পক্ষ থেকে ব্রুনো ফনসেকাDi Bruno Fonseca per la Agencia Pública
20লিমা থেকে এক ঘন্টার দূরত্বে সান মার্টিন ডি পোরেস প্রদেশে এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রিয়েল এস্টেট ব্যবসার দূরকল্পনা বৃদ্ধি পাচ্ছে।Il complesso Archeologico El Paraíso dista circa un'ora di macchina da Lima, nel municipio di San Martin de Porres, un'area di espansione e di speculazione immobiliaria.
21১৯৫০ এর দশকে আবিষ্কৃত হওয়া এই স্থানটি, ২০১২ সালের ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটির বাস্তবায়ন করা্র আগ পর্যন্ত অবহেলিত ছিল।Scoperto negli anni '50, il sito archeologico è rimasto abbandonato fino al dicembre del 2012, quando si diede avvio al progetto promosso dal Ministero della Cultura.
22বছর শেষ হতেই, স্থানটির চারপাশের জায়গাগুলি ধীরে ধীরে ব্যক্তিগত মালিকানার অধীনে চলে গিয়েছিল।Con il passare degli anni, i dintorni del sito archeologico si sono popolati.
23বর্তমানে, পুরাতাত্ত্বিক স্থানটির সীমানার ঠিক পাশ থেকেই শুরু হয়েছে ব্যক্তিগত জমি-জায়গা আর চাষের জায়গা।Oggi, i limiti del sito finiscono laddove incominciano le piantagioni e i terreni privati.
24স্থানটিতে ১২টি চিন্হিত পিরামিড ছিল।Lì si contavano 12 piramidi.
25১৯৬৫ এবং ১৯৬৬ সালের মধ্যে স্যুইস পুরাতত্ত্ববিদ ফ্রেড্রিক এঞ্জেল প্রধান পিরামিডটিকে প্রায় সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছিলেন।La più importante è stata quasi completamente restaurata da Fredéric Engel, un archeologo svizzero, tra il 1965 e il 1966.
26২০১৩ সালের জানুয়ারী মাসে, পেরুভিয়ান মিনিস্ট্রি অব কালচার-এর খননকার্যের দায়িত্বে থাকা বিভাগটির আবিষ্কৃত প্রমাণ থেকে সিদ্ধান্ত আসা গিয়েছিল যে এল পারাইসো মিশরের পিরামিডগুলি বা মেসোপটেমিয়ার সভ্যতার মতোই প্রাচীন - ৪,৫০০ থেকে ৪,৮০০ বছরের পুরানো, এইগুলিই আমাদের ল্যাটিন আমেরিকা মহাদেশের জন্মভূমি।Nel gennaio di quest'anno, il dipartimento degli scavi del Ministero della Cultura peruviano ha stimato che El Paraíso è antico quanto lo sono le Piramidi egizie o la civiltà mesopotamica. Questa rappresenterebbe una delle culle della civiltà del continente latino-americano, risalente intorno a 4500 e 4800 anni fa; la testimonianza che molto prima degli spagnoli, degli inglesi e di Cristo, Lima era già una grande capitale.
27এটাই প্রমাণ যে স্পেন, চার্চ এবং এমনকি খ্রীষ্টেরও পূর্বে লিমা একটি গুরুত্বপূর্ণ প্রধান শহর হয়ে উঠেছিল।Marco Guillén, archeologo, direttore del progetto sviluppato dal Ministero della Cultura per El Paraíso, spiega:
28এল পারাইসোতে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক গড়ে তোলা প্রকল্পের মুখ্য পুরাতত্ত্ববিদ, মার্কো গিলেন বুঝিয়ে বলেছিলেন যে:
29সারা বিশ্বে সময়ের সঙ্গে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে চলেছে এমন মাত্র কয়েকটি শহরে মধ্যে এটি অন্যতম।È una delle poche città al mondo che presenta una certa continuità culturale nel corso del tempo.
30এবং এটা একটি বিরাট সুবিধা।Il che rappresenta un gran vantaggio.
31(…) পেরুর প্রধান শহর লিমায় প্রাচীনতম ওয়াকা (প্রাচীন এবং পবিত্র সৌধ) আছে।A Lima, la capitale, si trova la huaca [it] (antico monumento sacro) più antica del Perù.
32এইভাবেই এখানে সভ্যতার অভ্যুদয় হয়েছিল।Si può dire che la civiltà sia nata qui.
33পিরামিডটি ধ্বংস করা পেরুর ইতিহাসের একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার সমার্থক।Distruggere la piramide è come strappare un foglio dal libro della storia del Perù.
34কী যে ঘটেছিল তা সন্ধানের আর কোনো উপায় নেই।Non si può sapere cosa sia accaduto.
35রাস্তার মাঝখানে একটি পিরামিড ছিলNel mezzo del cammino c'era una piramide
36আপনি লিমা ছেড়ে বেরোনোর পর, এল পারাইসোতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি মাইক্রোবা্সে উঠতে হবে - এটি এক ধরনের ভ্যান যা লিমার অন্যান্য ধরনের জন পরিবহন ব্যবস্থাকে ছাপিয়ে গেছে - এবং পার্শ্ববর্তী শহর প্রো পর্যন্ত যেতে হবে। এটি পেরুর রাজধানীর জনবহুল রাস্তাঘাটের মধ্য দিয়ে ৪০-মিনিটের যাত্রাপথ।Partendo da Lima per arrivare a El Paraíso, occorre prendere un minibus - un tipo di veicolo molto diffuso nel trasporto pubblico di Lima - fino al Municipio vicino di Pro. È un viaggio che dura 40 minuti a causa del traffico caotico tipico della capitale peruviana.
37সেখান থেকে আরো দুটি মাইক্রোবাসে যাত্রা করে আপনি পৌছে যাবেন স্টেশনের কাছে একটি গাড়িতে, যার চালকের আসনে আছেন অ্যাসোসিয়েশন কাপাক সুমাক আয়লু-এর এক সদস্য।Da lì, è necessario prendere altri due minibus, dopo di che, alla fine della corsa, si sale su un'automobile guidata da un membro dell'associazione Kapaq Sumaq Ayllu.
38স্থানটি প্রাকৃতিক দৃশ্যাবলী রিক্ত, কিছু অতি সাধারণ ঘরবাড়ির চিহ্ন দেখা যায়। কমপ্লেক্স-এ যাওয়ার সরু রাস্তায় এসে পৌঁছানোর পর, আপনি দেখতে পাবেন খোলা আবর্জনা, শকুন আর দেখতে পাবেন বাচ্চাদের, যারা ময়লার মধ্যে থেকে খেলনা খুঁজছে।Addentrandosi per la piccola stradina che porta al complesso, si osserva un paesaggio arido caratterizzato da poche case rustiche, ci si imbatte nell'immondizia lasciata a cielo aperto, negli urubù e nei bambini alla ricerca di oggetti in mezzo alla sporcizia.
39“আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে প্রতিটা পাহাড়ে বিলবোর্ড লাগানো ছিল।Mi fermo presso un muro che ci ha accompagnato per tutto il tragitto.
40তারা মনে করে যে এই স্থানটি তাদের মালিকানাভুক্ত”, বলেছিলেন প্রকল্পের একজন পুরাতত্ত্ববিদ।“È una muraglia”, spiega Miguel Castillo, capo del Progetto El Paraíso, seduto sul sedile posteriore del veicolo.
41সাইনবোর্ডে লেখা ছিল “১৯৮৪ সালের ৪ঠা আগস্ট অনুমোদিত ব্যক্তিগত সম্পত্তি”, এর পরে স্থানটির বিবরণ এবং এটির নিবন্ধন নম্বর দেওয়া ছিল। ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাPiù avanti verrò a sapere che quella muraglia si estende per 30 chilometri, che circonda i monti della regione e che con il passare del tempo è stata inframezzata da costruzioni e terreni privati.
42পুরো রাস্তাটির পাশ জুড়ে থাকা একটি দেওয়াল আমি দেখতে পাই।Spiega Castillo:
43“এটা একটা দেওয়াল”, গাড়ির পেছনে বসে থাকা এল পারাইসো প্রকল্পের মাঠ প্রধান, মিগুয়েল ক্যাস্টিলো বলেছিলেন।
44পরে আমি দেখতে পেয়েছিলাম যে দেওয়ালটি ৩০ কিলোমিটার দীর্ঘ এবং এলাকাটির পাহাড়গুলিকে বেষ্টন করে আছে।“Quando siamo arrivati hanno inziato a piazzare dei cartelli su tutte le montagnole.
45সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, এটি রাস্তাটির পাশ ধরে ব্যক্তিগত বাড়ি ও জমির মধ্যে ঢুকে পড়েছে।Sono convinti che questo sito sia loro”, racconta uno degli archeologi del progetto.
46ক্যাস্টিলো স্বগোক্তি করতে থাকে:Foto: Jessica Mota / Agencia PúblicaSpiega Castillo:
47প্রশাসন অকার্যকর।Lo Stato è inefficiente.
48সৌধগুলি রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে তার, কিন্তু কিছুই করে না।Ha le risorse per delimitare e proteggere le huaca, ma non le usa.
49ব্রাজিল, আর্জেন্টিনাতেও একই অবস্থা … আমাদের যা আছে তা হল প্রত্নতাত্ত্বিকদের মতো কয়েকজন ব্যক্তির, কাছ থেকে পাওয়া ব্যক্তিগত উদ্যোগ।È ciò che accade anche in Brasile, o in Argentina. L'unica cosa che c'è è l'iniziativa personale di alcni, degli archeologi.
50কিন্তু তা যথেষ্ট নয়।Però non basta.
51এক সপ্তাহ আগে, কাপাগ অ্যাসোসিয়েশনের সুরক্ষা কর্মী সহ অন্যান্য সদস্যরা একটি আক্রমণের শিকার হয়েছিলেন।I membri dell'associazione Kapaq, insieme ai vigilanti, hanno subito un attacco per una settimana.
52তাই যে স্থানে পিরামিডটি ধ্বংস হয়েছে সেখানে যাওয়ার সময়ে আমাদের দল, মানে প্রত্নতাত্ত্বিকদের দলটির সাথে সুরক্ষার প্রদানের জন্য একজন প্রহরী ছিলেন।Per sicurezza, uno dei vigilanti ha accompagnato il nostro gruppo - con tutta l'équipe di archeologi - durante il percorso che porta al luogo dove le piramidi sono state distrutte.
53স্থানীয় কর্মীরা যারা পূর্বে খননকার্যে নিয়োজিত হয়েছিলেন, তারা এখন পাহাড়ের উপরে বসে দেখতে থাকেন।I lavoratori della regione che aiutano negli scavi si sono stabiliti in cima al monte, sorvegliando.
54পিরামিডটি ভেঙে দেওয়ার পরে, সুরক্ষা কর্মী দ্বিগুণ করা হয়েছে।Dopo la distruzione della piramide, la sicurezza è stata raddoppiata.
55এখন সেখানে চারজন পুলিশ কর্মী আছেন যারা স্থানটিকে দিবারাত্র রক্ষা করেন, একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বেসরকারী সংস্থা থেকে দুজন প্রহরীকে ভাড়া করা হয়েছে, এবং তারা সকলে মিলে ৪৫ হেক্টর ব্যপী সমগ্র জমিটিকে নজরে রাখার বড় একটা প্রচেষ্টা চালান।Attualmente quattro sono i poliziotti che vigilano per il giorno e per la notte, e due i vigilanti di un'impresa privata che lavora per il Ministero della Cultura. Tutti impegnati a coprire i 45 ettari su cui si estende il sito.