Sentence alignment for gv-ben-20130202-35011.xml (html) - gv-ita-20130209-74646.xml (html)

#benita
1শান্তি মিছিলঃ ‘উত্তর মায়ানমারের সহিংসতা বন্ধ হোক’Myanmar: marcia della pace per fermare la violenza nel nord del Paese
2গত ২১শে জানুয়ারী তারিখে সন্নাসিসহ ৫০ জনের শান্তি মিছিলকারীদের একটি দল সাবেক রাজধানী ইয়াংগুন হতে পায়ে হেঁটে উত্তর মায়নমারের অন্তর্গত কাচিন শহরের উদ্দেশে তাদের ১,৩০০ কিলোমিটার পথ যাত্রা শুরু করেছে।Il 21 gennaio scorso un gruppo di 50 manifestanti per la pace, inclusi diversi monaci, ha iniziato un tragitto a piedi di 1.300 km dall'ex capitale del Myanmar, Yangon, diretto verso lo stato di Kachin [it].
3প্রচারকার্যের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সরকারের সামরিক বাহিনীর সঙ্গে কাচিন স্বাধীনতা সৈন্যবাহিনীর (কেআইএ) বিদ্যমান সংঘাত সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এবং তা বন্ধের দাবি।Lo scopo primario di questa campagna è quello di accrescere la consapevolezza e chiedere un arresto del conflitto continuo tra le forze militari del governo e l'Esercito Indipendente Kachin (KIA [en]).
4মিছিলকারীদের প্রায় ২৫ জন আগামী দুই মাসের মধ্যে তারা তাদের গন্তব্য অর্থাৎ লাইজা শহরে অবস্থিত কেআইএ-র হেডকোয়ার্টারে পৌঁছানোর আশা করছেন।Circa 25 manifestanti nutrono la speranza di raggiungere la loro destinazione, la città di Laiza, dove si trova il quartier generale del KIA, in due mesi.
5মিয়া থিয়েন লুথুরথান [বর্মী ভাষায়] ব্লগে লিখেছেন যেMya Thien ha scritto sul blog Luthuorthan [my, come gli altri link, eccetto ove diversamente segnalato]:
6…৬০ বছর আগে থেকে শুরু হওয়া এই যুদ্ধের কারণে জাতি এবং জনগণ অনেককিছুই হারিয়েছে।…la nazione e il suo popolo hanno perso moltissimo a causa della guerra, iniziata più di 60 anni fa.
7যুদ্ধটির কারণে অনেক ভোগান্তি হয়েছে; ভোগান্তির শিকার এই শিশু, বয়স্ক এবং নিরপরাধ জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে এবং আমাদের দেশের গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে বিষণ্নতার একটি চিহ্ন।La guerra ha causato innumerevoli sofferenze; i bambini, gli anziani e gli innocenti che hanno fatto parte delle vittime sono un simbolo tristissimo per le comunità internazionali, oltre che una battuta d'arresto verso la transizione democratica del nostro Paese.
8ইয়াংগুনে শান্তি মিছিলকারীরা।I manifestanti per la pace a Yangon.
9ছবিটি ফেসবুকের ফ্রিডম নিউজ গ্রুপ (বার্মা) থেকে নেওয়া।Foto presa dalla pagina Facebook del Freedom News Group (Birmania)
10গোষ্ঠীটির একজন সংগঠক ইয়ান নাইং তুন বলেন যেYan Naing Tun, uno degli organizzatori del gruppo, spiega:
11আমরা গাড়ি কিংবা বাইসাইকেলে ভ্রমণ বেছে নিতে পারতাম; কিন্তু যেহেতু আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছি তাই এটার জন্য আমরা আমাদের সহিষ্ণুতার প্রমাণ দিচ্ছিPotevamo scegliere se viaggiare in auto o in bicicletta; ma se dobbiamo ottenere la pace, dobbiamo anche dimostrare la nostra resistenza.
12সরকার গত সপ্তাহে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও কাচিনরা দাবি করেছে যে যুদ্ধ চলছে।Sebbene il governo abbia annunciato un cessate il fuoco unilaterale la scorsa settimana, i Kachin sostengono invece che la violenza non si è fermata.
13খোন জা নামের কাচিন জাতি গোষ্ঠীর একজন তার ফেসবুকে লিখেছেন যেKhon Ja, di etnia Kachin, scrive sulla sua pagina Facebook:
14২৩শে জানুয়ারী ২০১৩23 gennaio 2013
15লাজা ইয়াং এবং লাইজার মধ্যবর্তী হকা ইয়া-তে যুদ্ধ অব্যাহত রয়েছে।La lotta a Hka Ya, tra Laja Yang e Laiza, continua.
16৫নং এবং ৬নং সীমান্ত চিহ্নের আইডিপি ক্যাম্পের নিকটবর্তী পাং ওয়ার কাছাকাছি লুপিতে ২টি হেলিকপ্টার অবতরণ করে সৈন্য ও অস্ত্র নামিয়েছে।Due elicotteri sono atterati a Lupi, vicino a Pang Wa, nei pressi dei campi profughi del Confine 5 e del Confine 6, hanno sganciato truppe e armi.
17পশ্চিম বানমাও (ইরাবতী নদীর পশ্চিম তীর) এবং উত্তর শ্বেগু'র গাও গয়াই উপত্যকার মোট ১২টি গ্রামের ১৩৩৯ জন গ্রামবাসী আটকা পড়েছে।Un totale di 12 villaggi e 1339 persone sono intappolate tra la valle Gaw Gwi, la parte occidentale di Banmaw (la riva occidentale del fiume Irrawaddy) e la parte settentrionale di Shwegu.
18এছাড়াও পাদাং হই তার স্ট্যাটাসে মন্তব্য করেছেন।.E Padang Hoi commenta:
19রাষ্ট্রপতি থেইন সেইন এবং ইয়ে হতুত ১৮-০১-২০১৩ তারিখে অনাক্রমণ ঘোষণা করেছেন, তাহলে বার্মার সেনাবাহিনী কেন কায়ারে আক্রমণ অব্যাহত রেখেছে এবং আজকেও পাঙওয়াতে কমপক্ষে ৭টি হেলিকপ্টার ব্যবহার করেছে… এর মানে কী? …Il 18-01-2013 il presidente Thein Sein e il portavoce Ye Htut hanno annunciato che non ci sarebbe stata nessuna offensiva, ma allora perché l'offensiva dell'esercito birmano sta continuando a Hkayar e, oggi, con l'uso di sette elicotteri, anche a Pangwa… cosa significa? …
20শরণার্থী শিশুরা।Bambini sfollati.
21ন্যাশনাল লীগ ফর অল বার্মিজ রিফিউজিস থেকে নেওয়া চিত্রImmagine della Lega Nazionale per tutti i Profughi Birmani.
22২০১১তে সরকার এবং বিদ্রোহী দলের মধ্যে নতুন করে সৃষ্ট সহিংসতায় ৯০, ০০০-এর চেয়েও বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।Le rinnovate violenze del 2011 tra le forze governative e i gruppi di ribelli hanno dislocato 90.000 civili.
23ন্যাশনাল লীগ ফর অল বার্মিজ রি্ফিউজিস [বর্মী ভাষায়] রিপোর্ট করেছে যে এই সংঘর্ষের জেরে কাচিন উদ্বাস্তু শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারছে না এবং তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গিয়েছে।La Lega Nazionale per tutti i Profughi Birmani seganal che i bambini Kachin sfollati hanno perso un anno scolastico a causa del conflitto.
24সরকারী অনুমতিপত্র না নেওয়ায় এবং আইন ভঙ্গের দায়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ শান্তি মিছিলকারীদেরকে বাঁধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।I manifestanti per la pace sono stati bloccati dalle autorità locali e dalla polizia perché privi di permesso ufficiale e per aver quindi infranto la legge.
25অং মিন নাইং নামের একজন মিছিলকারী কর্তৃপক্ষকে জবাব দিয়েছেন যেAung Min Naing risponde così alle autorità:
26আমরা বিক্ষোভ প্রদর্শন করছি না।Noi non stiamo protestando.
27আমরা এখানে মায়ানমারের জনগণের শান্তির এবং দেশের ভিতরে যুদ্ধ বন্ধের জন্যে এসেছি… আর একারণেই আমরা সরকারী অনুমতিপত্রের জন্যে আবেদন করিনি; কিন্তু আমরা রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবগত করে তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছি।Siamo qui per la pace dei popolo birmano e per fermare le guerre intestine al paese… è per questo che non abbiamo richiesto un permesso ufficiale; ma abbiamo informato e chiesto aiuto alle rispettive organizzazioni e anche al presidente.