Sentence alignment for gv-ben-20120429-25844.xml (html) - gv-ita-20120503-58340.xml (html)

#benita
1বাংলাদেশঃ নাগরিক কণ্ঠ, সরকারি সেবার নজরদারীতে নিয়োজিত এক নাগরিক পর্যবেক্ষকBangladesh: Citizen's Voice, i cittadini valutano i servizi pubblici
2উন্নয়নশীল জাতির মাঝে যখন ইন্টারনেট সংযোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে, এই বাস্তবতায় সামাজিক কর্মকাণ্ড এবং সচেতনতা তৈরীতে প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে।Con la crescente penetrazione di Internet nei Paesi in via di sviluppo, le nuove tecnologie giocano un ruolo ormai acclarato nel determinare le più recenti tendenze dell'attivismo sociale e nel risvegliare le coscienze.
3যদিও বাংলাদেশের মত একটি রাষ্ট্রে নাগরিকদের ইন্টারনেটে প্রবেশের সুযোগ সামান্য, তবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোন সামাজিক সমস্যা সমাধানের মত এক প্রকল্প গ্রহণের উদ্যোগ বেশ প্রতিশ্রুতিশীল।Nonostante l'accesso alla Rete rimanga tuttora limitato, in Paesi come il Bangladesh, esso rivela comunque tutte le sue potenzialità in quei progetti legati ai temi sociali, avviati proprio grazie alle nuove tecnologie del TIC, ovvero, le Tecnologie dell'Informazione e della Comunicazione.
4নাগরিক কণ্ঠ (নাগরিককন্ঠ. অর্গ) এ রকমই এক প্রকল্প, যা কিনা পপুলেশন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার-এর (পিএসটিসি) মাধ্যমে যাত্রা শুরু করেছে, বাংলাদেশী নাগরিকদের কণ্ঠস্বরকে তুলে ধরার মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য।Citizen's Voice [en, come i link successivi eccetto ove diversamente indicato] (Nagorikkontho.org) è uno di questi progetti, lanciato dal Population Services and Training Center (PSTC) per appoggiare il popolo del Bangladesh facendo sentire più forte la sua voce, soprattutto relativamente alla valutazione civica dei servizi pubblici.
5এই প্লাটফর্ম বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় কাজ করে, এই প্লাটফর্মে যাতে সকল প্রকার ব্যবহারকারী এবং সকল প্রকার প্রযুক্তি কাজ করে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে (সকল প্রকার মোবাইল বাংলা ফন্ট এখনো সহজলভ্য নয়)।La piattaforma supporta sia la lingua bengali che l'inglese, per renderla più fruibile a tutti gli utenti e compatibile con tutte le altre piattaforme (la messaggistica dei cellulari non supporta ancora il font bengalese).
6বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলো সম্প্রতি তাদের নাগরিক সনদে, সেবা প্রদানের বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে।Le agenzie governative in Bangladesh hanno recentemente stilato un elenco dei servizi offerti nella loro Citizens Charter, una Carta dei diritti del Cittadino.
7এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজের মানের মূল্যায়নের জন্য নথিভুক্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ।Raccogliere i dati di feedback rispetto a questi servizi è importante per la valutazione della loro qualità.
8নাগরিকদের কণ্ঠ - www.nagorikkontho.org/Citizens Voice - www.nagorikkontho.org/
9“রাষ্ট্রীয় নাগরিক সনদে যে অধিকার লেখা, যদি একজন সাধারণ নাগরিক সে বিষয়ে সচেতন হয়, তাহলে তারা চাহিদা এবং সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মদক্ষতার মানের বিষয়ে উপলব্ধি করতে পারবে।“Se i cittadini prenderanno coscienza dei loro diritti inalienabili sanciti nella Citizen Charter, potranno meglio comprendere quali siano i loro bisogni e contributi che potranno portare alle agenzie di servizio.
10আর এর মাধ্যমে নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবার বিষয়ে পর্যবেক্ষণ করতে পারবে এবং সুশীল সমাজ এবং সুনিদিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারবে।Perciò, possono vigilare sui servizi cui hanno diritto e far sentire la loro voce nella società civile e alle rispettive autorità di pubblica sicurezza.
11এই পর্যবেক্ষণ ব্যবস্থা, নাগরিক সুবিধাদি এবং তাদের জীবন যাত্রার মান উন্নয়নে আরো সাহায্য করবে। ”Questo monitoraggio dei servizi migliorerà molto le strutture pubbliche e aumenterà la loro qualità di vita.”
12গাড়ি পার্কিং-এর জায়গায় একটি ইটের স্তুপ, যা সেখানে হবার কথা নয়, নাগরিক কণ্ঠ থেকে নেওয়া।Un mucchio di mattoni dove non dovrebbe stare. Da Citizen's Voice.
13যখন নাগরিক কণ্ঠ এই ঘটনার উপর একটি সংবাদ প্রদান করে, তখন বিষয়টি প্রচার মাধ্যমের নজরে আসে এবং শিক্ষা বোর্ড কলেজ কর্তৃপক্ষকে নতুন করে ভর্তি ফি নির্ধারণ করার নির্দেশ প্রদান করে।In seguito alla pubblicazione del rapporto su Citizen's Voice, e alla diffusione data dai media, le autorità del college hanno ricevuto l'ordine dal Ministero dell'Istruzione di ridurre l'importo delle tasse.
14কি ভাবে ডিজিটাল সংবাদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, যার মধ্যে দিয়ে কোন এলাকার বিশেষ ঘটনার উপর প্রভাব তৈরী করা সম্ভব, এটি তার এক অন্যতম উদাহরণ।Questo è solo un esempio di come qualcosa di apparentemente semplice quale una denuncia digitale pubblicata su un sito web possa di fatto essere tanto significativa da lasciare un segno.
15সাধারণ মানুষ যাতে এই সমস্ত সুবিধা গ্রহণ করতে পারে, সেই জন্য এসএমএস, ইমেইল অথবা ওয়েবের মাধ্যমে এখানে সংবাদ প্রদান করা সম্ভব।Per agevolare il cittadino, i report possono essere inviati via sms, email o attraverso un modulo su web.
16এই সাইটের উপরের দিকে একগাদা প্রশ্নের একটি তালিকা রয়েছে, যেগুলো সাধারণ সেবা পাওয়ার বিষয়ে- যেমন স্বাস্থ্যসেবা সুবিধা, অবৈতনিক শিক্ষা, এবং এ রকম।Nella testata del sito compaiono una serie di interrogativi a rotazione sull'accessibilità dei servizi pubblici - come strutture sanitarie, istruzione gratuita per tutti e così via.
17নাগরিক কণ্ঠ বলে “ যদি এই সেবাসমূহ না পাওয়া যায়, তাহলে দয়া করে সংবাদ পাঠান।“Se così non fosse, siete pregati di inviarci un report”, è la chiosa finale.
18এখানে ভিডিও, ছবি অথবা ব্লগ পোস্ট-এর আকারেও সংবাদ পাঠানো যাবে।I report possono prendere la forma di video, foto o post su blog.
19ওয়েব সাইটে রাখা ইউটিউবের মা'দিয়ান-এর একটি ভিডিওতে রয়েছে, যেটিতে ঢাকা-বান্দরবানের ব্যস্ত মহাসড়কে বাসচলাচল এবং কিভাবে আগে পৌঁছানোর জন্য বাসের চালকরা ট্রাফিক আইন লঙ্ঘন করছে, সেই দৃশ্য প্রদর্শিত হচ্ছে।Un video pubblicato sul sito web da maaDiyan mostra la corsa di un autobus sull'”autostrada più trafficata del Bangladesh” tra Dhaka e Bandarban, e di come gli autisti non rispettino le regole della strada pur di arrivare prima.
20বান্দরবান থেকে ঢাকায় ফিরে যাবার জন্য আমরা একটা বাসে উঠলাম।Abbiamo preso l'autobus per tornare a Dhaka da Bandarban.
21যতদুর মনে পড়ে তারিখটা ছিল ১০ সেপ্টেম্বর ২০১১।Credo che fosse il 10 settembre del 2011.
22গাড়িতে উঠার সময় আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, বাংলাদেশের মহাসড়কে চালকদের গাড়ি চালনায় কোন পরিবর্তন এসেছে কিনা, বিশেষ করে যখন নিরাপদ সড়ক নিয়ে অনেক কিছু হয়েছে।Mi chiedevo appunto se le cose fossero cambiate riguardo allo stile di guida sulle autostrade del Bangladesh, dopo tutti gli sforzi fatti dai media per migliorare la sicurezza stradale.
23আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, এই সমস্ত চালকেরা আসলে উন্মাদ।La risposta non è tardata ad arrivare. Questi automobilisti sono semplicemente folli.
24রাস্তায় যথেষ্ট ট্রাফ্রিক সাইন ছিল, তবে আমার সন্দেহ যে এই সমস্ত বাস চালকরা মনে করে যে এগুলো কেবল রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য রাখা।C'era tutta la segnaletica al posto giusto ma sospetto che questi autisti pensino sia messa lì per bellezza.
25এই ভাবে নাগরিক কণ্ঠ প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে এক গণতান্ত্রিক স্থান তৈরীর চেষ্টা করছে।Con questo mezzo, Citizens' Voice offre democraticamente ai fruitori di servizi uno spazio per interagire con i fornitori attraverso l'uso della tecnologia.