# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে” | Palestina: “Gaza voleva accogliervi come vincitori” |
2 | ৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে। | Continuano a diffondersi in tutto il Medioriente [it] - e nel resto del mondo - lo shock e l'indignazione alla notizia delle uccisioni a bordo della Freedom Flotilla [en] avvenute lunedì mattina. |
3 | গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে। | Ecco alcune reazioni dei blogger palestinesi subito dopo aver appreso dell'attacco [en] israeliano alle navi cariche di aiuti dirette a Gaza. |
4 | গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে) | La Freedom Flotilla lungo la rotta (foto di FreeGaza, su licenza Creative Commons) |
5 | লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব: | Gli studenti autori di Life on Bir Zeit Campus (Birzeit [en] è un università in Cisgiordania) si mostrano impotenti davanti all'intervento [en] di Israele: |
6 | আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না। | Quanto commesso nelle prime ore di oggi è incomprensibile. |
7 | এটা বোধহীন একটা কাজ। | Non ha nessun senso. |
8 | এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম। | È orribile, inutile e brutale. |
9 | […] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। | […] La sensazione peggiore è quella di sentirsi desolatamente disperati, sapendo di non poter fare nulla, mentre quelle brave persone sulla flottiglia sono state ferite o uccise o hanno dovuto subire momenti di terrore a causa di uno Stato mentalmente disturbato. |
10 | মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।: | Mutasharrid è un blogger di Gaza che attualmente studiando in Cisgiordania, e riflette sui passeggeri della flottiglia [ar]: |
11 | বিশ্বের মুক্ত মানুষ। | Gente libera da tutto il mondo. |
12 | সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো। | Terroristi con un ordine dall'esercito. |
13 | না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি। | No, non siete riusciti a rompere l'assedio. |
14 | তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে। | I vostri piedi non hanno raggiunto le spiaggie, rese fertili dalle lacrime di Huda [en] e dal sangue delle sue sorelle. |
15 | তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি। | Non avete potuto costruire il castello di sabbia della libertà. |
16 | কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম। | Ma siete riusciti a rompere - possa la mia anima essere sacrificata per voi - qualcosa di più grande. |
17 | তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ। | Avete rotto l'immagine di cristallo di uno Stato costruito sull'imbroglio e la falsità. |
18 | তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক। ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে) | Dal mare avete svelato la maschera, e mostrato gli artigli e le zanne di una flotta di navi che era in pieno allarme per una scatola di medicine e una sedia a rotelle. |
19 | গাজা থেকে ব্লগ করেন ওলা। | La Bandiera della Freedom Flotilla |
20 | তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু): | Ola, che scrive su From Gaza, aggiunge quanto segue in un post intitolato Pirati del Mediterraneo [ar]: |
21 | যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে…. তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ…. | Per coloro che pensavano che l'era dei pirati fosse finita… O che rimanesse confinata alla fantasia dei film di Hollywood… Ripensateci! |
22 | গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে… | Voi, i martiri della Flotta della Libertà… Gaza voleva accogliervi come vincitori…ma il paradiso vi riceverà come martiri… Le onde del mare e i gabbiani e il tramonto piangono tutti per voi… |