# | ben | ita |
---|
1 | ইথিওপিয়ান সাংবাদিক রিয়ট আলেমুর কারা বন্দী অবস্থার ১,০০০ তম দিন | Etiopia: la giornalista Reeyot Alemu è in carcere da mille giorni |
2 | গত ১৬ মার্চ, ২০১৪ তারিখ ছিল ইথিওপিয়ান সাংবাদিক রিয়ট আলেমুর কারাবন্দী অবস্থার ১,০০০ তম দিন। ২০১২ সালের জানুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। | Lo scorso sedici marzo la giornalista etiope Reeyot Alemu [en, come tutti i link successivi salvo diversa indicazione], condannata a cinque anni di reclusione dopo essere stata dichiarata colpevole di terrorismo nel gennaio 2012, ha scontato il suo millesimo giorno di prigione. |
3 | কারাদণ্ড প্রাপ্ত ইথিওপিয়ান সাংবাদিক রিয়ট আলেমু। | Reeyot Alemu, giornalista etiope in carcere. |
4 | ছবিঃ ফ্রি রিয়ট আলেমুর ফেসবুক পাতা থেকে। রিয়ট একজন ইংরেজী শিক্ষক। | Foto dalla pagina Facebook della campagna Reyoot Alemu Libera. |
5 | তিনি ইউনেস্কো প্রদত্ত গুইলারমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরষ্কার, দ্যা হেলম্যান/ হামেট পুরস্কার এবং ইন্টারন্যাশনাল উইম্যান্স মিডিয়া ফাউন্ডেশন কারেজ ইন জার্নালিজম পুরস্কার পেয়েছেন। | |
6 | কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর তথ্য অনুযায়ী, ইথিওপিয়ান সরকার রিয়ট এবং এসকিনদার নেগা সহ আরও ১১ জন স্বাধীনভাবে কাজ করা সাংবাদিক এবং ব্লগারকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। | |
7 | তাদেরকে একটি সুদূরপ্রসারী সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এনে দোষী প্রমাণ করে ২০১১ সাল থেকে কারাগারে আটক রাখা হয়েছে। কারাদন্ড প্রদান করা সাংবাদিকদের মাঝে দুইজন সুইডিশ সাংবাদিকও আছেন। | Reeyot, insegnante di inglese, ha ricevuto l'UNESCO-Guillermo Cano World Press Freedom Prize, il premio Hellman/Hammett e l'International Women's Media Foundation Courage in Journalism Award. |
8 | একটি উপজাতি সোমালি বিদ্রোহী দলের পক্ষ নিয়ে তাদেরকে সমর্থন করায় এই দুইজন সুইডিশ সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। ব্লগার বেফেকাদু জেড হাইলু এই ব্লগ পোস্টটিতে কারাবন্দী ইথিওপিয়ান সাংবাদিকদের দুর্দশা বর্ণনা করেছেনঃ | Secondo il comitato per la protezione dei giornalisti (Committee to Protect Journalists, CPJ), a partire dal 2011 il governo etiope ha arrestato 11 persone tra giornalisti indipendenti e blogger, tra cui la stessa Reeyot e Eskinder Nega, grazie alla nuova legge anti-terrorismo. |
9 | কারাদণ্ডে দন্ডিত করার উদ্দেশ্য যদি হয়ে থাকে দোষী লোকটিকে নিজেকে শুধরানোর সুযোগ দেয়া, তবে তাকে পড়াশুনা বা শিক্ষা গ্রহণে উৎসাহিত করার মধ্য দিয়ে সে উদ্দেশ্য পূরণ করা উচিৎ। | Tra gli imprigionati ci sono anche due giornalisti svedesi che stanno scontando una condanna a 11 anni per presunto supporto ad un gruppo ribelle di etnia somala. |
10 | কালিটি কারাগারে পড়াশুনা এবং শিক্ষা অর্জন, এ দুইটিরই অনুমতি দেয়া হলেও এই সাংবাদিকেরা সেই সুযোগ থেকে বঞ্চিত। | In questo articolo, il blogger BefeQadu Z Hailu descrive la situazione dei giornalisti etiopi incarcerati: |
11 | তাদের সাথে সাথে অন্যান্য যাদেরকে “সন্ত্রাসের” সাথে জড়িত থাকার অপরাধে শাস্তি দেয়া হয়েছে, তাদেরকেও এই সুবিধা দেয়া হচ্ছে না। এই কারাবন্দীদের বাই পড়তে দেয়া হয় না। | Se l'obiettivo dell'imprigionamento fosse stato di rieducare i condannati, tra gli strumenti principali di tale rieducazione avrebbero dovuto esserci la lettura e l'istruzione, che nella prigione di Kality sono in genere consentiti. |
12 | এসকিনদার বলেছেন, “বিশেষ করে যে সব বইয়ের শিরোনামে ‘ইথিওপিয়া' বা ‘ইতিহাস' শব্দগুলো রয়েছে, সেসব বইগুলো আমাদেরকে পড়তে দেয়া হয় না।” | Ma non per i giornalisti e gli altri condannati per “terrorismo”. Ai condannati per “terrorismo” è vietato ricevere libri. |
13 | রিয়ট আলেমু এবং ইয়ুবশেট তায়ে, বেকেলে গারবা প্রমুখদের মতো অন্যান্যদের ওয়ার্ডের ক্ষেত্রেও এই কথাটি সত্যি। | Eskinder spiega: “Tra i libri vietati, ci sono in particolare quelli che contengono le parole “Etiopia” e “storia” nel titolo”. |
14 | স্থানীয় স্বাধীন পত্রিকা এবং ম্যাগাজিনগুলোও সেখানে পাওয়া যায় না; এসকিনদার আমাকে আরও বলেছেন, এমনকি বিবিসি এবং আল জাজিরার মতো খবরের টেলিভিশন চ্যানেলগুলোও সেখানে সম্প্রচার করা হয় না। | |
15 | বিশেষ করে, তিনি এবং অন্যান্য কারাবন্দীরা কারাগারের যে অংশটিতে বসবাস করেন, সেখানে এই চ্যানেলগুলো প্রচার করা হয় না। | Stessa cosa accade nella sezione di Reeyot Alemu e altri, come Wubshet Taye, Bekele Gerba, ecc. |
16 | কারাগারের প্রশাসনের বিরুদ্ধে রিয়ট আলেমু কঠিন সংগ্রাম করার পর এবং প্রচার মাধ্যমগুলোতে এই সত্য প্রকাশিত হয়ে পড়ার পর অবশেষে এখন সেখানে দূরশিক্ষণের অনুমতি দেয়া হয়েছে। | Neanche giornali e riviste locali indipendenti sono consentiti: Eskinder mi ha spiegato che perfino canali televisivi come BBC e Aljazeera sono vietati nei reparti in cui lui e gli altri sono imprigionati. |
17 | তথাপি কলেজ থেকে সরাসরি যে বইগুলো তাঁর জন্য পাঠানো হয়, সেগুলোর বাইরে অন্যান্য সম্পূরক বইগুলো পাওয়া এখনো তাঁর জন্য খুব কঠিন হয়ে পরে। | Dopo una dura lotta con gli amministratori della prigione e la diffusione della storia sui media, Reeyot Alemu può ora ricevere istruzione a distanza. |
18 | #রিয়টআলেমু হ্যাশট্যাগটি ব্যবহার করে টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন টুইট করেছেন। | Ma rimane pur sempre difficile per lei ottenere dei libri, a parte quelli che le vengono spediti dall'università. |
19 | তারা তাদের টুইটের মাধ্যমে কারাবন্দী সাংবাদিকদের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। | Utenti di Twitter hanno inviato messaggi contrassegnati dall'hashtag #ReeyotAlemu per esprimere il loro supporto alla giornalista incarcerata. |
20 | সেসব টুইটের কয়েকটি নিচে তুলে ধরা হলঃ | Di seguito, alcuni di questi messaggi: |
21 | @লিসামিসলঃ আশা করি এই বিশ্বও তাঁর জন্য ভাবে! | Spero che il mondo non si sia dimenticato di lei! |
22 | যদিও এখনো কোন প্রচারাভিযান! এমটি দেখিনি। | Per ora, nessuna campagna in suo favore! |
23 | ইথিওপিয়ার সাংবাদিক রিয়ট আলেমু কারাগারে তাঁর ১,০০০ তম দিন অতিবাহিত করছেন। | |
24 | ইথিওপিয়ার ইপিআরডিএফ সরকার ক্রমাগত দুর্বলতা এবং মানসিক বৈকল্য দেখাচ্ছে। | |
25 | কেননা রিয়ট আলেমুর মতো সাংবাদিকরা দিনের আলোর মতো সবকিছু প্রকাশ করে দিবেন। তারা সে ভয়ই পায়। | Il governo dell'Etiopia continua a mostrare la sua debolezza e paranoia, e teme giornalisti come Reeyot Alemu. |
26 | তাকে মুক্ত করুন। | Liberatela! |
27 | #রিয়টআলেমুঃ তৃতীয় বিশ্বের স্বৈরশাসকেরা কেন নিজের মৃত্যুর চেয়েও সাংবাদিকদের বেশি ভয় পায় ? | Perché i dittatori del terzo mondo temono i giornalisti più della morte? |
28 | এটি তাদের দূর্বলতার একটি চিহ্ন। | È un segno di debolezza. |
29 | তারা বিচক্ষণতা এবং বিচক্ষণ লোকদের ভয় পায়! | Hanno paura delle idee e della gente che ha idee! |
30 | #ইথিওপিয়া - সাংবাদিক #রিয়টআলেমুর আজ কারাগারে ১,০০০তম দিন। | In Etiopia la giornalista Reeyot Alemu sconta il suo millesimo giorno in prigione oggi. |
31 | তাকে তাঁর পরিবারের লোকজনদের সাথেও দেখা করতে দেয়া হচ্ছে না। | Le sono negate anche le visite dei familiari. |
32 | @এসজেলামব্রিনিদিস - @ইইউ এ্যাশটন নীরব কেন? | Perché Ashton non dice nulla? |
33 | ১৬ মার্চ কারাগারে #রিয়টআলেমুর ১,০০০ তম দিন কাটছে। এটি প্রমাণ করে #ইথিওপিয়া স্বৈরশাসন, অবিচার এবং নিপীড়নের দ্বারা শাসিত হচ্ছে। | Il 16 marzo è il millesimo giorno di imprigionamento di Reeyot Alemu e un esempio di come l'Etiopia sia governata da precetti, ingiustizia e oppressione. |
34 | @আনাগোমেজএমইপি @এমেনেস্টি #ইথিওপিয়াঃ #সাংবাদিকতা সন্ত্রাসী কার্যক্রম নয়। | Cara Etiopia: il giornalismo non è terrorismo. |
35 | মুক্ত সাংবাদিকতায় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক #রিয়টআলেমু। | |
36 | তাঁর #স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। | Liberate la giornalista Reeyot Alemu e garantitele assistenza sanitaria! |