# | ben | ita |
---|
1 | বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কারের জন্যে মনোনয়ন | Al via la competizione annuale ‘Best of the Blogs’ (BOBs) |
2 | বেশীর যে কোন স্থানে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যে ব্লগিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সাথে তথ্যেরও উৎস হয়ে দাঁড়িয়েছে। | Oltre a essere fonte d'informazione, il blogging ha incentivato in molte regioni del pianeta importanti cambiamenti sociali e politici. |
3 | এখানে গ্লোবাল ভয়েসেসে, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ব্লগের মতামতকে তুলে ধরি বিশেষ করে প্রয়োজনীয় অনুবাদের মাধ্যমে। | Qui su Global Voices curiamo e rilanciamo alcune di queste voci, oltre a tradurle in tante lingue diverse. |
4 | এই ব্লগার সমাজের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্খার প্রাচুর্যকে তুলে ধরা। | Uno degli obiettivi focali della comunità è quello di promuovere una ricchezza di visioni e aspirazioni. |
5 | এই কারণেই আমরা বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) পুরস্কারকে সমর্থন করি। | Ecco perchè sosteniamo iniziative come il concorso Best of the Blogs [in]. |
6 | গত সাতই ডিসেম্বর, জার্মানীর ডয়েশে ভেলে ৬ষ্ঠ আন্তর্জাতিক বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধন করে। | Il 7 dicembre la Deutsche Welle [in] ha dato il via in Germania alla sesta competizione internazionale per premiare il miglior blog dell'anno: il BOBs [in]. |
7 | এবারে সাতটি ভাষার ব্লগকে মনোনীত করা যাবে। | I blog candidati sono stati divisi nelle undici lingue che parteciperanno alla competizione. |
8 | রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রি:পাবলিকা ২০১০ (জার্মান), টিভি৫ (ফরাসী), আল আরাবীয়া (আরবী), এবং অন্যান্য অনেক সংগঠনের সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন অফিশিয়াল পার্টনার হয়েছে এ বছর। | Global Voices Online è uno dei partner ufficiali assieme a Reporters Without Borders [in], re:publica 2010 [ted], TV5 [fr], Al Arabiya [ar], e molti altri. Volete proporre un blog? |
9 | যে কেউ এখানে ব্লগের মনোনয়ন জমা দিতে পারবেন এবং তার জন্যে দরকার প্রথমে ববস ব্লগোপিডিয়াতে তা খোঁজা। যদি সেই ব্লগ ডাটাবেজে না থাকে তবে তা এখানে জমা দিতে হবে। | Prima cercate nella relativa blogopedia [in] e se non compare in elenco, allora va aggiunto [in] al database della competizione. |
10 | জুরীরা ব্লগগুলোর চুড়ান্ত মনোনয়ন দেবেন। এই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে ১৫ই মার্চ ২০১০ থেকে ১৪ই এপ্রিল ২০১০ পর্যন্ত পাঠকদের ভোটের মাধ্যমে এবং জুরীদের ভোটের সমন্বয়ে। | Dal 15 Marzo al 14 Aprile la giuria [in] selezionerà un gruppo di finalisti tra cui verranno scelti i vincitori tramite la combinazione dei voti online e delle preferenze dei giurati. |
11 | আগামী ১৫ই এপ্রিল ২০১০ সেরা ব্লগগুলোকে বার্লিনের রি:পাবলিকা ইন্টারনেট কনফারেন্সে ঘোষণা করা হবে। | Il 15 Aprile, in occasone della Conferenza Re:Publica Internet a Berlino [ted], verranno annunciati i nomi dei blog e podcast vincitori. |
12 | ২০১০ সালের জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য ডয়েশে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। | La cerimonia di premiazione si svolgerà presso il Global Media Forum della Deutsche Welle il prossimo Giugno 2010 a Bonn. |
13 | ব্লগারদের জন্যে ববস আরও বেশী পরিমাণ পাঠক আকর্ষণ করার একটি মাধ্যম, এবং সবচেয়ে সেরা প্রমাণ করার একটি সুযোগ। | I BOBs offrono ai blogger l'opportunità di essere conosciuti da un ampio numero di lettori e di essere considerati tra i migliori blogger della Rete. |
14 | এ পর্যন্ত ব্লগপিডিয়া ডাটাবেজে ১৫,৫৫৮টি নিবন্ধিত ব্লগ রয়েছে: | Finora nella blogopedia [in] sono registrati 15.901 blog: |
15 | আমাদের ব্লগোপিডিয়া, ব্লগ, ভিডিওব্লগ এবং পডকাস্টের একটি আন্তর্জাতিক অনলাইন ক্যাটালগ। | La blogopedia è il nostro catalogo internazionale online di weblog, podcast e videoblog. |
16 | খুঁজে পেতে সুবিধার জন্যে প্রতিটি ব্লগ ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হয়েছে দেশ, ভাষা ইত্যাদি বিভিন্ন ভাগ করে। | Ogni blog è entrato a far parte del database secondo diversi criteri di selezione che vanno dal soggetto trattato alla nazione d'origine fino alla lingua. |
17 | আপনার ব্রাজিলের সঙ্গীত পডকাস্ট দরকার? বা চীনের রসনা সংক্রান্ত ব্লগ? | Stai cercando musica brasiliana in podcast o blog di cucina in Cina? |
18 | কোন অসুবিধা নেই। | Nessun problema! |
19 | আমাদের সার্চ ফিচারে শুধু কিওয়ার্ডটুকু দেবেন অথবা ট্যাগক্লাউড থেকে আকাঙ্খিত ক্যাটেগরীটি খুঁজে বের করুন। | Devi solo digitare le parole chiave nel motore di ricerca oppure navigare tra le categorie o la tagcloud. |
20 | এরপর নিবন্ধিত হাজারো ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ থেকে আপনার কাঙ্খিত ব্লগটি খুঁজে বের করুন। | Non resta che unirti alle altre migliaia di blogger inclusi nella Blogopedia con i propri blog, podcast e videoblog. |
21 | এ বছরের প্রতিযোগীতায় পরিবেশ পরিবর্তনকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এ জন্যে বিশেষ একটি ক্যাটেগরী থাকছে যার মাধ্যমে এই বিষয় নিয়ে যে সমস্ত ব্লগ ও পডকাস্ট কথা বলছে তাদের সম্মানিত করা যায়। | Il tema sotto ai riflettori di quest'anno è la discussione sul cambiamento climatico, perciò è previsto un premio speciale per questa categoria [in] di blog e podcast che animeranno il dibattito. |
22 | এ ছাড়াও এবার ববস প্রতিযোগীতায় বাংলা ভাষার ব্লগকে যুক্ত করা হয়েছে। | Novità tra le lingue in gara è il Bengalese (Bangla). |
23 | আমরা ২০১০ সালের ববস পুরস্কারের বিজয়ী কারা হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। | Stiamo tutti aspettando di scoprire i nomi dei vincitori dei BOBs Award 2010. |
24 | দেরী না করে আপনার পছন্দসই ব্লগটিকে মনোনীত করে আসুন। | Cosa aspetti, vai e nomina [in] i tuoi favoriti! |