# | ben | ita |
---|
1 | কম্বোডিয়াতে ধর্ষিতারাই অভিযুক্ত | Cambogia: allarme per il quadro sociale della violenza contro le donne |
2 | গণধর্ষণের শিকার অল্পবয়স্ক একজন নারীর মৃত্যুর প্রতিক্রিয়ায় ভারতে ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ হলেও এর বিপরীত পরিস্থিতি কম্বোডিয়াতে, সেখানে ধর্ষণের ক্ষেত্রে জনগণের হৈচৈ সামান্যই। | Se in India si sono registrati ampio sdegno e proteste dopo la morte della giovane vittima di uno stupro di gruppo [it], in Cambogia, dove la reazione dell'opinione pubblica agli stupri resta sommessa, la situazione é completamente diversa. |
3 | কম্বোডিয়ার মানবাধিকার ও উন্নয়ন সংস্থা (এডহক) ২০১১ সালে ৪৬৭টি এবং ২০১২ সালে ৩২০টি ধর্ষণ মামলা নথিভুক্ত করলেও ধর্ষণ মামলাগুলো কম গুরুত্ব পেয়েছে। যে দেশে ধর্ষণের অভিযোগ কদাচিৎই করা হয়ে থাকে সেখানে এই সংখ্যা আরো বেশি হতে পারে। | Gli episodi di violenza sessuale ricevono scarsa attenzione, malgrado il rapporto dell'Associazione per i Diritti Umani e lo Sviluppo della Cambogia (ADHOC), la quale ha registrato [en, come i link a seguire salvo dove diversamente indicato] ben 467 casi di stupro nel 2011 e 320 nel 2012. |
4 | গোষ্ঠীটির মতে, ধর্ষণের ক্ষেত্রে অপরাধীরা এর শিকারকে আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিতে পারে বলে এই মামলাগুলো প্রায়ই আদালতে পৌঁছাতে ব্যর্থ হয়। | Queste cifre, tuttavia, potrebbero essere perfino più alte, dal momento che i registri non sono accurati. Stando all'associazione, i casi di stupro spesso non finiscono in tribunale perché lo stupratore offre alla vittima un rimborso economico. |
5 | এছাড়াও কম্বোডীয় মানবাধিকার কেন্দ্র (সিসিএইচআর) একটি সত্য তুলে ধরেছে যে মে ২০১০ থেকে মে ২০১১ তারিখ পর্যন্ত তাদের নথিভুক্ত ২৫০টি ধর্ষণ মামলার মধ্যে ৫৩টির ক্ষেত্রে ধর্ষণের অপরাধীরা পরিবারের একজন সদস্যকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। | Il Centro per i Diritti Umani della Cambogia (CCHR) attribuisce questo fenomeno anche al fatto che il responsabile dello stupro in 53 dei 250 casi da loro registrati tra maggio 2010 e maggio 2011 é risultato essere un membro della famiglia. |
6 | কম্বোডিয়াতে ধর্ষণের মানচিত্রায়ণ। | Mappa dei casi di stupro in Cambogia. |
7 | ছবিটি সিথি থেকে নেওয়া। | Fonte: portale SITHI |
8 | সবচেয়ে খারাপ, কিছু কিছু আইন প্রয়োগকারী কর্মকর্তারা হচ্ছে ধর্ষিত হওয়ার জন্যে এর শিকারদেরই দুষছে। | Quel che é peggio é che alcuni membri delle forze dell'ordine incolpano le vittime per il loro stesso stupro. |
9 | কান্দাল প্রদেশের কিয়েন স্ভে জেলার একটি কলা বাগানের মধ্যে ধর্ষিতা একজন ১৯ বছর বয়সী প্রতিবন্ধী মহিলার সাম্প্রতিক একটি মামলার ক্ষেত্রে, জেলা পুলিশ প্রধান প্যাম স্যাম এথ বলেছেন: | In risposta a un recente caso che ha vista coinvolta una donna disabile di 19 anni, violentata in un campo di banane nella provincia di Kandal del distretto di Kien Svay, il capo della polizia locale Pam Sam Eth avrebbe detto: |
10 | সে ধর্ষিত হওয়ার সময় রাত নয়টা বেজে গিয়েছিল। | Erano già le 9 di sera quando è stata stuprata. |
11 | তার এতক্ষণ বাইরে থাকা উচিৎ হয়নি। | Non avrebbe dovuto essere in giro a quell'ora. |
12 | ধর্ষণের ঘটনার মখোমুখি হওয়ার পর কিছু কিছু সরকারী কর্মকর্তাদের এধরনের মন্তব্যে তাদের মনোভাব প্রতিফলিত হয়; এবং এটা শিকারদের সঠিক সরকারী কর্তৃপক্ষের কাছে সহায়তা চাইতে বাঁধা প্রদান করে। | Un'affermazione del genere mostra l'atteggiamento assunto da alcuni poliziotti e scoraggia le vittime dal cercare aiuto presso le autorità. |
13 | দুঃখজনকভাবে, এই মনোভাবটি শুধুমাত্র একটি জেলায় সীমাবদ্ধ নয় এবং সরকারী কর্মকর্তারা এধরনের মন্তব্য উচ্চারণ করেছে বলে অভিযোগের কয়েকটি দৃষ্টান্ত রয়েছে। | Sfortunatamente questa attitudine non è limitata ad un solo distretto. Ci sono molti altri esempi di poliziotti che si sono espressi allo stesso modo. |
14 | উদাহরণস্বরূপ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী খেমার মহিলাদেরকে আরো নম্রভাবে কাপড়-চোপড় পরিধানের আহবান জানিয়ে রাস্তায় নেমে আসা শতাধিক মানু্ষের একটি সমাবেশকে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে: | Ad esempio, si dice che il Segretario di Stato per il Ministero degli Affari delle Donne abbia appoggiato una manifestazione pubblica di oltre 100 persone scese in strada per sollecitare le donne Khmer a vestire con maggior modestia: |
15 | সংক্ষিপ্ত স্কার্ট এবং যৌন আবেদনময় পোশাক পরার ফলে ধর্ষণ সঙ্ঘটিত হয়। কারণ সাদা চামড়া দেখার সঙ্গে সঙ্গে সব পুরুষদের যৌন সঙ্গম করার কথা মনে হয়। | Indossare minigonne e vestiti sexy incrementa le possibilità di stupro, in quanto tutti gli uomini, quando vedono la pelle lattea, immediatamente sentono il bisogno di fare sesso. |
16 | ‘কম্বোডিয়াতে ধর্ষণ ও আইনি শাস্তি' সম্পর্কে ‘ইকুইটিক্যাম' এর ভিডিও থেকে নেওয়া ছবি | Immagini tratte dal video di equitycam su ‘Stupro e Condanna' in Cambogia. |
17 | কম্বোডীয় দৈনিকের জন্যে লিখতে গিয়ে কম্বোডিয়াতে ধর্ষণের ঘটনার ক্রমবর্ধমান সংখ্যা বিষয়ে সতর্কবাণী প্রদান করা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১০ সালের একটি প্রতিবেদনকে উদ্বৃত করেছেন মেক দারা এবং ডেনিজ রহবি | Citando un articolo sul Cambodian Daily, Mech Dara e Denise Hruby citano un rapporto del 2010 di Amnesty International che fece scattare l'allarme sull'incremento nel numero degli stupri in Cambogia. |
18 | দায় মুক্তি এবং ব্যাপক দুর্নীতির একটি সংস্কৃতির মধ্যে কম্বোডিয়াতে যৌন সহিংসতায় আক্রান্তদের ন্যায়বিচার প্রায়ই অস্বীকৃত হয়; স্বাস্থ্য পরিষেবার জন্য অনানুষ্ঠানিক ফি দিতে কষ্ট ভোগ করতে হয়; এবং সহায়তা ও সমর্থন পেতে যুদ্ধ করতে হয়। | Tra la cultura dell'impunità e la corruzione diffusa, alle vittime delle violenze sessuali della Cambogia viene spesso negata giustizia. S'impegnano per pagare tasse ufficiose sui servizi sanitari e lottano per ottenere assistenza e sostegno. |
19 | সাধারণভাবে, পুলিশ এবং আদালত কর্মীসহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা বেআইনীভাবে আক্রান্ত এবং অপরাধীদের (বা তাদের পরিবারের) মধ্যে আদালত বহির্ভূত টাকা-পয়সা লেন-দেন করে থাকে। | Normalmente le forze dell'ordine, inclusi la polizia e il personale in tribunale, organizzano pagamenti illegali “al di fuori della Corte” tra lo stupratore e la vittima (o tra le loro famiglie). |
20 | কার্যকর তদন্ত ও বিচারের অভাব আক্রান্তদের আরো ক্ষতি করে। এতে তারা অতিরিক্ত মানসিক যন্ত্রণা এবং একটি সম্ভ্রমহানির অনুভূতিসহ প্রায়ই ভয়ে থাকে না জানি অপরাধী মুক্তি পেয়ে তাদেরকে আবার আক্রমণ করে। | La mancanza di indagini concrete e di un procedimento valido danneggia ancora di più le vittime, le quali spesso vivono nella paura che il colpevole torni ad aggredirle di nuovo, con l'aggravante del danno psicologico e di un senso di perdita della dignità. |
21 | অপরাধের বিচার ব্যবস্থাসহ কর্তৃপক্ষের ব্যর্থতাগুলো প্রশ্নাতীত থেকে গিয়ে প্রাথমিক নির্যাতনেরই একটি প্রলম্বিত অংশ বনে যায়। | Le carenze delle autorità, ivi incluse quelle del sistema giudiziario criminale, restano incontestate e diventano un'estensione della violenza iniziale. |
22 | নথিভুক্ত আরেকটি বৈষম্যমূলক বিবৃতি হলো ২০০৯ সালে নম পেনের গভর্নরের রাত ৯টার পরে ১৬ বছরের কম বয়সী মেয়েদের একাকী বেরুনো বন্ধের প্রস্তাব। | Un'altra dichiarazione discriminatoria documentata è la proposta del 2009 del governatore di Phnom Penh di vietare alle minori di 16 anni di andare in giro da sole dopo le 9 di sera. |
23 | তার বিশ্বাস যে অল্পবয়সী মেয়েদের শুধুমাত্র প্রাপ্তবয়স্করা যেতে পারে এমন ক্লাব, কারাওকে বার বা অন্যান্য বিনোদনের জায়গায় দেখা যেতে। তিনি আরো জোর দিয়ে বলেন যে সমাজে ভাল নৈতিকতা চালু করাই এই প্রস্তাবটির উদ্দেশ্য। | Convinto che le minorenni finivano con l'andare nei club, nei karaoke bar o in altri posti di intrattenimento riservati agli adulti, ha poi aggiunto che la sua proposta aveva lo scopo di promuovere la morale comune nella società. |
24 | তবে, অনেকেই প্রস্তাবিত মেয়েদের কারফিউটির সমালোচনা করে স্থানীয় কর্তৃপক্ষকে নিছক আক্রান্তদের দোষারোপ না করে আইন প্রয়োগের প্রতি মনযোগ দিতে বলেছেন। | L'idea di un coprifuoco per le minorenni è stata tuttavia criticata da molti, i quali preferiscono che le autorità locali si concentrino piuttosto su un rafforzamento delle leggi invece di limitarsi a incolpare le vittime. |
25 | নারীদের উপর দোষ চাপিয়ে দেওয়ার মনোভাব (সিসিএইচআর এই নথিবদ্ধকরণের সময় ধর্ষণের কোন পুরুষ শিকার অথবা কোন মহিলা অপরাধীর কোনো দৃষ্টান্তের সম্মুখীন হয়নি) নারীদেরকে আরো ঝুঁকিতে ফেলে দিচ্ছে। | Infine, l'attitudine a scaricare la colpa sulle donne (il Centro per i Diritti Umani della Cambogia, nel corso della raccolta delle prove, non ne ha trovata alcuna su stupri che abbiano vista coinvolta una vittima di sesso maschile o un colpevole donna) ne pone molte altre a rischio. |
26 | এটা সরকারের ‘নারীরা জাতির মেরুদণ্ড' ঘোষণা র সঙ্গে বিরোধাত্মক। | Un fatto che contraddice la dichiarazione del governo secondo cui ‘le donne sono la spina dorsale della nazione'. |