# | ben | ita |
---|
1 | যুক্তরাষ্ট্র, রাশিয়া: ‘গুপ্তচর’ ২. | Stati Uniti, Russia e le spie del 2.0 |
2 | ০ নিয়ে আলোচনা Anna Chapman, picture from her Facebook account | Anna Chapman, foto dalla sua pagina Facebook |
3 | গত ২৯শে জুন গ্রেপ্তারকৃত রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্ক এর ১১ জন কথিত সদস্যরা (যাদের এফবিআই এর রিপোর্টে ‘আইনের পরিপন্থী' বলা হয়েছে) রাশিয়ার ইন্টারনেট জগৎে মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। | L'arresto, il 29 giugno scorso [en, come tutti gli altri link tranne dove diversamente indicato] di 11 persone ritenute appartenenti ad una rete di spie russe (menzionati nei rapporti dell'FBI come gli “Illegali“) è diventato, negli ultimi giorni, l'argomento principale degli internauti russi. |
4 | এদের মধ্যে ২৮ বছর বয়সী তরুণী ‘ক্ষুদ্র বিনিয়োগকারী' অ্যানা চ্যাপম্যানের ব্যক্তিত্ব সকলের চোখ কেড়েছে। | La figura di Anna Chapman, la ventottenne “giocatrice d'azzardo”, ha attirato molta attenzione. |
5 | অনলাইনে আলোচনা বেশ কয়েক দিকে গিয়েছে: ‘গুপ্তচর' আর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়ে মজা করা; যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ককে বোঝা; চ্যাপম্যানের অনলাইন ডাটা আর ছবি আলোচনা করা; আর ভবিষ্যৎে নতুন মিডিয়ার কল্যাণে গোপন কাজের সম্পূর্ণ ভার্চুয়াল 'স্বচ্ছতা' কি হবে তা। | La discussione on line ha seguito diverse direzioni, oscillando tra un atteggiamento derisorio nei confronti sia delle “spie” che dei funzionari statunitensi e l'analisi delle possibili conseguenze nei rapporti tra Stati Uniti e Russia. Tra gli argomenti toccati anche le immagini e i dati personali messi online dalla Chapman e il futuro delle operazioni di copertura nelle nuove condizioni di totale e virtuale “trasparenza” rese possibili oggi dall'utilizzo dei nuovi media. |
6 | যদিও এই বিষয় জনপ্রিয় ছিল, এ নিয়ে লাগাতার রিপোর্ট করার সূত্র কম ছিল: কেবলমাত্র ভয়েস অফ আমেরিকা রাশিয়ান সার্ভিস সরাসরি কভারেজ দিয়েছে আদালত কক্ষ থেকে রিপোর্ট দিয়ে। এ ছাড়া ছিল লাইভজার্নাল (এলজি) প্লাটফর্মে গোলোস আমেরিকির ব্লগ আর তার টুইটার অ্যাকাউন্ট। | Sebbene la notizia abbia fatto molto discutere, le fonti su come i fatti si sono svolti sono state scarse: solo Voce dall'America, servizio radiotelevisivo pubblico, ha garantito una copertura dal vivo con report dall'aula del tribunale [ru] attraverso la sua community LJ (golos_ameriki) e Twitter [rus]. |
7 | ব্লগারদের প্রাথমিক প্রতিক্রিয়া: শ্লেষ | La prima reazione dei blogger: l'ironia |
8 | প্রথম যে ব্লগার এই গ্রেপ্তারে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এলজি ব্যবহারকারী এনএল, যিনি এফবিআই এর একটা অভিযোগের স্ক্যান কপি পাঠিয়েছেন আর তার পোস্টের নাম দিয়েছেন “এমন গুপ্তচর থাকলে কার শত্রু দরকার?” | Uno dei primi blogger a reagire agli arresti è stato l'utente di LJ nl, che ha pubblicato la scansione di un documento di denuncia e ha intitolato il suo post “Con spie come queste chi ha bisogno di nemici?” |
9 | এই ব্লগার এফবিআই এজেন্ট অমিত কাচিয়া -প্যাটেল এর স্বীকারোক্তি নিয়ে মজা করেছেন আর একে নিম্ন মানের চলচিত্র “স্পাইজ লাইক আস' এর সাথে তুলনা করেছেন আর কথিত গুপ্তচরদের প্রযুক্তিগত বিষয়ে পিছনে থাকার ব্যাপার নিয়েও বলেছেন। | Il blogger si è preso gioco sia delle confessioni dell'agente dell'FBI Amit Kachhia-Patel, paragonando il suo rapporto adatto ad un sequel di serie B del film “Spie come noi,” sia dell'arretratezza tecnologica delle presunte spie. |
10 | ফাইসিক আরো বলেছেন, পরিবর্তিত চিত্রের মাধ্যমে যে প্রক্রিয়ায় সঙ্কেত বার্তা পাঠানো হয় তার উদ্ধৃতি দিয়ে: | fyysik ha continuato [rus], facendo riferimento al processo di trasmissione di messaggi codificati attraverso immagini : |
11 | | Potrebbe anche darsi che gli specialisti dell'FBI si siano rivelati professionisti come gli agenti SVR (Servizio di Intelligence russo), e nel 2005 abbiano imparato come estrarre dati EXIF e altre cose altrettanto preziose da immagini in formato JPG. |
12 | আমার মনে হয় গুপ্তচরবৃত্তির প্রযুক্তিগত প্রতিযোগীতায় পরবর্তী ধাপ হবে এমপি৩ তে টেক্সট ট্যাগ ঢোকানো আর বের করার ব্যাপারে গবেষণা। | Penso che il passo successivo nella competizione tecnologica tra servizi segreti possa essere una ricerca su come includere ed estrarre tag di testo negli MP3. |
13 | তাদের ‘গুপ্তচর' প্রক্রিয়ার অদ্ভুত প্রকৃতি আর বিশেষ করে এর বিস্তৃত বিবরণ কিছু ব্লগারকে ২০০৬ সালের এরকম একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, আর একটি ‘গুপ্তচর রিং' এর ঘটনাও স্মরণ করিয়েছে যা মস্কোতে খুঁজে পাওয়া গিয়েছিল, তথাকথিত ‘স্পাই স্টোন স্টোরি'। | La natura surreale del processo alle “spie” e specialmente i dettagli di tale processo hanno ricordato [rus] ad alcuni blogger un caso del 2006. Il caso della “spy ring” scoperta a Mosca, definita anche “Storia della spia di pietra”. |
14 | এটি নিয়ে মজা করার আর একটি ধারায় ছিল নাৎসি জার্মানিতে কল্পিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত গুপ্তচর স্টারলিটজের উল্লেখ করা। | Un altro modo di prendersi gioco dell'intera faccenda fa riferimento a Stirlitz, personaggio della Seconda guerra mondiale, spia sovietica nella Germania nazista. |
15 | এলজে ব্যবহারকারী ডিকি এই জনপ্রিয় গল্পের সাম্প্রতিক এক সংস্করণের ব্যাপারে কথা বলেছেন: | L'utente di LJ e-dikiy si è inventato uno sviluppo della storia adattata ai nostri tempi [rus]: |
16 | স্টারলিটজ ফ্রেন্ড ফিড খুলে ধ্যান করছেন: ”না, আমার মনে হয়না সুইজারল্যান্ডে আমার সাম্প্রতিক ভ্রমণের ব্যাপারে [ব্লগ করার] কোন মানে আছে।“ | Stirlitz aprì il feed e fece una riflessione: “No, credo che oggi non ci sia motivo di scrivere [sul blog] del mio ultimo viaggio in Svizzera.” |
17 | গ্রেপ্তারের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা | Discussioni sull'aspetto politico degli arresti |
18 | এই গ্রেপ্তারের পরিণতি নিয়ে আলোচনা করা একজন ব্লগার হচ্ছেন ইভান কুরিল্লা যিনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক নিয়ে একজন ঐতিহাসিক, (এলজে ব্যবহারকারী আলিরুক): | Uno dei blogger che ha discusso delle conseguenze degli arresti [rus] è stato Ivan Kurilla, storico delle relazioni tra Stati Uniti e Russia, (utente LJ alliruk): |
19 | একটাই মানে হতে পারে: যুক্তরাষ্ট্রে একটি প্রভাবশালী দল আছে যারা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নয়নের আবহাওয়া নষ্ট করতে চাচ্ছে। | C'è solo una conclusione: ci sono gruppi influenti negli Stati Uniti che hanno deciso di rovinare l'atmosfera che sta caratterizzando il riavvicinamento tra Russia e Stati Uniti. |
20 | অতীতে, এমন কাজ রাশিয়ানদের একচেটিয়া ছিল। | In passato, tali tentativi erano tipici dei russi e provenivano dalla loro parte. |
21 | আজকে আমাদের কাছে প্রমান আছে যে স্থিতাবস্থা নষ্ট করার জন্যে মরিয়া যুক্তরাষ্ট্রের এক বিরোধী চক্র রয়েছে। | Oggi abbiamo avuto la prova che anche in America ci sono oppositori al riavvicinamento tra i due Stati. |
22 | সম্ভবত এই সব মানুষের রাশিয়ার সাথে কোন ধরনের সম্পর্ক নেই- তাদের মূল লক্ষ্য হল বারাক ওবামা। | È probabile che queste persone non abbiano niente a che fare con la Russia e che il loro bersaglio sia Barack Obama. |
23 | রাশিয়ানদের নিয়ে তার প্রচেষ্টাকে ছোট করে দেখা রাষ্ট্রপতিকে আঘাতের সামিল। | Screditando i suoi successi in direzione di rapporti rinnovati con la Russia si intende screditare la sua politica in generale. |
24 | অ্যানা চ্যাপম্যানের দিকে দৃষ্টি: | Attenzione su Anna Chapman |
25 | অ্যানা চ্যাপম্যান, যিনি এই পুরো ‘গুপ্তচর' কেলেঙ্কারিতে একজন তারকা হয়ে গেছেন, ঘৃণা এমনকি আদরের বস্তুতে পরিণত হয়েছেন তার বিভিন্ন ধরনের কথার জন্যে। | Anna Chapman ha qualcosa della ‘star' nell'intero affare ed è diventata oggetto di speculazioni varie, di odio ma persino di adorazione. |
26 | এমনকি লাইভজার্নাল গোত্রে 'ফ্রি অ্যানা চ্যাপম্যান (অ্যানা চ্যাপম্যানের মুক্তি চাই)' উদ্যোগ শুরু হয়েছে, যদিও এটা খুব বেশী ভক্ত পায়নি। | La community di LiveJournal “Liberate Anna Chapman” [rus] è stata inaugurata di recente (sebbene non sembra avere attratto molti sostenitori). |
27 | এলজে ব্যবহারকারী ফিলিং অফ ভয়েড চ্যাপম্যানের ওয়েবসাইট ডোমডট. রু (domdot.ru) এর জনপ্রিয়তা বিশ্লেষণ করেছেন যা আসলে একটা জমি-বাড়ি খোঁজার পোর্টাল। | L'utente LJ feeling_of_void ha analizzato il sito della Chapman domdot.ru, un portale di vendita di beni immobili. |
28 | উন্মুক্ত পরিসংখ্যান অনুসারে, ডোমডট. রু একটি ব্যার্থ সাইট, প্রতিদিন মাত্র ১০০০ ব্যবহারকারী দেখতে আসছেন, যেটা মস্কোতে এই ক্ষেত্রে যেকোন প্রতিযোগী সাইটের সাথে তুলনার যোগ্য নয়। | Secondo le statistiche, domdot.ru è sostanzialmente un fallimento con un pubblico giornaliero di circa 1.000 visitatori unici, dati che non reggono il paragone con altri siti web analoghi a Mosca. |
29 | এই ব্লগার বলেছেন যে চ্যাপম্যানের সকল অনলাইন প্রকল্প বানানো বা ভুয়া। | Secondo il blogger, dunque, tutto ciò che la Chapman metteva on line era solo una bufala. |
30 | ‘গুপ্তচর' ২. | ‘Spie' 2.0 |
31 | ০ অ্যানা চ্যাপম্যান আর তার ‘সহকর্মী' মিখাইল সেমেঙ্কোর ব্যাপারটি নতুন ধরনের ‘গুপ্তচরের' লক্ষণ - ‘গুপ্তচর ২. | Il caso di Anna Chapman e del suo ‘collega' Mikhail Semenko è la rappresentazione di un nuovo tipo di “spie” - le “spie 2.0.” |
32 | ০'। এই দুইজনই সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করেছে (লিঙ্কড ইনে চ্যাপম্যানের প্রোফাইল ও সেমেঙ্কোর প্রোফাইল, ফেসবুক আর ওডনোক্লাসনিস্কিতেও তাদের প্রোফাইল রয়েছে) এবং দুইজনই খোলামেলা ভার্চুয়াল জীবনযাপন করেছে আর নিজেদের বেশ খোলামেলা ছবিও দেখিয়েছে। | Entrambi usavano social networks (LinkedIn (profilo di Chapman, profilo di Semenko), Facebook, Odnoklassniki), entrambi conducevano una vita virtuale aperta e condividevano fotografie abbastanza rivelatrici di sé. In un commento all'intervista alla Chapman su YouTube [rus], l'utente Slinqshot ha posto questa domanda: |
33 | চ্যাপম্যানের ইউটিউবে প্রকাশিত সাক্ষাৎকারের মন্তব্য স্থানে স্লিংশট জিজ্ঞাসা করেছেন: | Per quale motivo una spia di professione sceglierebbe di esporsi in tutti i network possibili? |
34 | ‘Spies' 2.0 কেন একজন পেশাগত গুপ্তচর সম্ভাব্য সকল নেটওয়ার্কে নিজেকে উন্মুক্ত করবে? | La domanda mette a fuoco il cambiamento nel paradigma di operazioni di copertura nell'ambito dei mezzi di comunicazione sociale. |
35 | এই প্রশ্ন একটি পরিবর্তন তুলে ধরে সামাজিক মিডিয়া ব্যবহার করে গোপন কাজের পরিবেশ সম্পর্কে। | Da filosofo, Alexander Morozov (utente LJ con il nome amoro1959) la mette in questo modo [rus], facendo anch'egli riferimento a Stirlitz (un simbolo nel mondo delle spie sovietiche): |
36 | যেমন দার্শনিক আলেকজান্ডার মরোজভ (এলজে ব্যবহারকারী আমরো ১৯৫৯) জানিয়েছেন, উপরে উল্লেখিত স্টিরলিটজ সম্পর্কে (সোভিয়েট/রাশিয়ান গুপ্তচরের প্রতীক): | Una persona che non è presente nei social network è SICURAMENTE SOSPETTA. Probabilmente, “una spia.” |
37 | অন্য কথায়, থার্ড রাইখের (হিটলারের শাসন) সময়ে যদি লাইভজার্নাল থাকতো, স্টারলিটজের অবশ্যই একটা ব্লগ থাকতো। | In altre parole, se LiveJournal fosse esistito ai tempi del Terzo Reich, Stirlitz avrebbe certamente avuto un blog. |
38 | হয়ত পাখি নিয়ে - শখের পাখিবিদ হিসাবে। | Sugli uccelli. Come entomologo dilettante. |
39 | বা হয়ত কোন পুরানো গাড়ির ভক্ত হিসাবে- এটা নিশ্চিত। | Probabilmente. Oppure come appassionato di auto d'epoca - non c'è alcun dubbio. |