Sentence alignment for gv-ben-20100717-11727.xml (html) - gv-ita-20100715-21889.xml (html)

#benita
1ক্যাম্বোডিয়া: বৌদ্ধভিক্ষুদের নৈতিকতার অধ:পতন?Cambogia: in declino la moralità dei monaci buddisti?
2ক্যাম্বোডিয়ার প্রায় অধিকাংশ লোকই বৌদ্ধধর্মাবলম্বী এবং বুদ্ধ ধর্ম সংবিধান দ্বারা সংরক্ষিত একটি রাষ্ট্রীয় ধর্ম। তাই বৌদ্ধভিক্ষুদের নৈতিকতার অধ:পতন সংক্রান্ত সাম্প্রতিক খবর দেশে উদ্বেগের কারণ ঘটিয়েছে।I recenti episodi di degrado morale di alcuni monaci cambogiani hanno sollevato una certa preoccupazione nel Paese, dal momento che il buddismo è la religione di Stato garantita dalla Costituzione e praticamente tutti i cambogiani sono buddisti.
3বেশ কয়েকটি ঘটনায় বৌদ্ধভিক্ষুদের দেখা গেছে সহিংস আচরণ বা অনৈতিক ব্যবহার করতে যেমন যৌনাচারে লিপ্ত হওয়া বা যৌনতায় ভরা ভিডিও দেখা।In diverse occasioni i monaci hanno mostrato atteggiamenti violenti o non consoni al loro ruolo, tra cui l'avere rapporti sessuali o guardare materiale pornografico.
4সাম্প্রতিক এক ঘটনায় এক প্রাদেশিক প্রধান ভিক্ষুকে মাতাল অবস্থায় আরেক ভিক্ষুকে প্রহার করতে দেখা গেছে যে তার বিরুদ্ধে কোন অভিযোগ আনে নি কারণ এই প্রধান ভিক্ষুকে প্রদেশে রাজার মত সম্মান করা হয়।Si è avuto anche il caso [en] in cui il monaco responsabile a livello provinciale si è ubriacato e ha picchiato un altro religioso, il quale non ha sporto denuncia solo perché l'attaccabrighe è considerato il monaco più potente in loco.
5আরেক ঘটনায় একজন ভিক্ষুকে সেই সব নগ্ন নারীদের ভিডিও করতে দেখা গেছে, যারা বৌদ্ধমন্দিরে এক ধর্মীয় আচারের জন্যে গিয়েছিল। এই আচার অনুযায়ী ভিক্ষুদের দেয়া পানি সবার জীবন থেকে অশুভকে তাড়ায় এবং সৌভাগ্য বয়ে আনে।Di recente un monaco è stato sorpreso a filmare alcune donne nude [kh] mentre si recavano nel suo monastero per compiere abluzioni sacre, pratica basata sulla credenza che l'acqua dei monaci prevenga eventi negativi o sia di buon auspicio.
6এ নিয়ে তদন্তের পর একটি গ্রেফতারের ঘটনাও ঘটে তবে বাজে ব্যাপার হচ্ছে মোবাইল ফোন থেকে ফোনে ব্লুটুথের মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়েছে।Le indagini, che hanno portato all'arresto del monaco, sembra abbiano visto il continuo passaggio del video da un telefonino all'altro tramite bluetooth.
7এই ব্যাপারটি প্রশ্নের মুখোমুখি করেছে ক্যাম্বোডিয়ার প্রযুক্তির উন্নয়নকে যেখানে যৌন ভিডিও সহজে এভাবে ছড়াতে পারে।L'episodio va sollevando discussioni sullo sviluppo delle infrastrutture tecnologiche in Cambogia, dove oggi è possibile accedere facilmente a materiale pornografico.
8তবে চ্যান নিম এর মত অনুযায়ী এই ব্যাপারটিকে মানুষের বিবেকের উপরেই ছেড়ে দেয়া উচিৎ যারা প্রযুক্তির সঠিক ব্যবহার করবে।Come suggerito da Chan Nim [kh], rimane comunque la coscienza delle persone a definire l'uso corretto delle tecnologie.
9অন্যদিকে, দেশে অনেক ভাল ব্যবহারকারী ভিক্ষু রয়েছে যারা প্রযুক্তির সহায়তায় ধর্মীয় শিক্ষা প্রচারের ব্যাপারটিকে মূল্য দেন।D'altra parte ci sono molti monaci che si comportano in maniera adeguata e comprendono l'importanza della tecnologia nel promuovere gli insegnamenti religiosi.
10বর্তমানে যেমন যুবাশ্রেণীর অনেক ব্লগ দেখা যায় যারা যারা সামাজিক, প্রযুক্তিগত এবং ব্যক্তিগত ব্যাপার নিয়ে ব্লগে লিখছেন।Mentre è normale trovare molti blog realizzati da giovani che discutono su problemi legati a società, tecnologia o questioni personali, vanno emergendo anche alcuni blog legati a tematiche buddiste, come Bodhikaram [en], Saloeurm [en], Khmerbuddhism [kh].
11পাশাপাশি অনেক বৌদ্ধ ধর্ম নিয়ে ব্লগও দেখা যায় যেমন বোধিকরম, স্যালোইউর্ম, খেমার বুদ্ধিজম ইত্যাদি।Una gran mole di insegnamenti buddisti è ora accessibile online, in forma di brevi commentari, vocabolari, podcast, o manuali sia in inglese sia in lingua khmer.
12বৌদ্ধ ধর্মের দার্শনিক দিকগুলো নিয়ে বিস্তারিত শিক্ষাধর্মী বিষয়বস্তু ইংরেজী ও খেমার ভাষায় অনলাইনে পাওয়া যাচ্ছে অভিধান, পডকাস্ট, পাঠ্যবই ও ছোট মন্তব্য আকারে।
13এছাড়াও অনেক বৌদ্ধভিক্ষু ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার করছেন অনেক লোকের কাছে ধর্মীয় বার্তা পৌঁছানোর জন্যে।Inoltre, un discreto numero di monaci sta sfruttando in modo efficace le potenzialità di internet per raggiungere un pubblico più vasto.
14শ্রদ্ধেয় স্যালোইউর্ম সাবাথ যে রকম ফেসবুকের মাধ্যমে ধর্মীয় বার্তা ছড়াচ্ছেন। এভাবে তিনি তার অনুসারীদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারছেন এবং তারা সরাসরি তাকে বৌদ্ধধর্মের নীতি বা কোন বিশেষ অংশের ব্যাপারে জিজ্ঞেস করতে পারছে।Il venerable Saloeurm Savath [en], per esempio, ha elargito numerosi insegnamenti buddisti grazie a Facebook [en; kh], grazie a un semplice sistema per dialogare con i fedeli, i quali possono poi contattarlo per avere maggiori spiegazioni su determinati principi o dottrine buddisti.
15ক্যাম্বোডিয়ার সাংস্কৃতিক আর শিক্ষামূলক ঐতিহ্যের মধ্যে বৌদ্ধ প্যাগোডার বিশেষ স্থান রয়েছে।Le pagode e i monaci sono parte integrante del patrimonio culturale cambogiano.
16সমাজে এদের অনেক অবদান।Continuano a contare parecchio nella società.
17সবাই আশা করে যে বৌদ্ধভিক্ষুদের নৈতিকতা সুরক্ষিত রাখার মাধ্যমে জনগণ বৌদ্ধ ধর্মের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারবে।Sarebbe auspicabile che la loro moralità diventi più solida, così da incoraggiare gli individui a confermare la iducia e il credo nel buddismo, una religione che ha largamente contribuito alla riconciliazione nazionale e alla serenità interiore della popolazione.
18দেশের সামগ্রিক ঐক্যতা - বিশেষ করে খেমার রুজ সরকারের নিপীড়নের শিকারদের মানসিক শান্তির জন্যে বৌদ্ধ ধর্মের শিক্ষা দরকার যাতে তারা তাদের প্রতিশোধের চিন্তা এবং ক্ষোভকে বশীভূত রাখতে পারে।Ne è un'esempio l'esperienza dei sopravvissuti al regime degli Khmer Rossi, che hanno utilizzato le dottrine buddiste per trasformare la voglia di vendetta e la rabbia in speranza e pace dell'anima.