# | ben | ita |
---|
1 | পেরু: দুর থেকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখা | Perù: le opinioni online dopo la finale dei Mondiali di calcio |
2 | দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফিফা বিশ্বকাপ গত ১১ই জুলাই রোববার শেষ হয়েছে। এই মাসটিতে সারা বিশ্বব্যাপী ফুটবল নিয়ে অনেক কিছু হয়েছে। | Con i Mondiali 2010 chiusisi domenica scorsa in Sudafrica, è stato un mese pieno di calcio in tutto il mondo. |
3 | পেরুর ফুটবলপ্রেমীদের দুর থেকে এই টুর্নামেন্ট দেখতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। | I fan peruviani si sono dovuti accontentare di guardare il torneo da lontano. |
4 | এবং এখন তারা স্পেনের নতুন চ্যাম্পিয়ন হওয়াকে উদযাপন করছে। | E ora festeggiano la Spagna Campione del mondo. |
5 | লিমার মূল স্কয়্যার (প্লাজা দো আরমাস) এ এই বড় স্ক্রিনে এবারের বিশ্বকাপের খেলা দেখান হয়েছে। | Nella piazza principale di Lima (Plaza de Armas) questo maxischermo ha trasmesso le partite dei Mondiali. |
6 | ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী আরাম কুরদুরশিয়ান এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় তা ব্যবহৃত হয়েছে। | Foto di Adam Kudurshian, ripresa da Flickr con licenza Creative Commons. |
7 | টিয়েম্পো এক্সট্রা (স্প্যানিশ ভাষার) ব্লগে ওমার ভেলার্দে সংক্ষেপে বলেছেন: | Omar Velarde, dal blog Tiempo extra [es, come tutti gli altri link, eccetto ove diversamente indicato] scrive brevemente: |
8 | আন্দ্রে ইনিয়েস্তার একটি হৃদয়-কাড়া গোলে স্পেন নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের প্রথমবারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। | Con un goal agonico di Andrés Iniesta, la Spagna si è consacrata per la prima volta nella sua storia campione del mondo, battendo 1 a 0 l'Olanda. |
9 | জোহানেসবার্গের ‘সকার সিটি' লাল হয়ে গিয়েছিল ‘লা ফিউরিয়ার' [ভয়ঙ্কর - স্প্যানিশ ফুটবল দলের ডাক নাম] প্রতি সমর্থকদের ভালবাসায়। | La “Soccer City” di Johannesburg si è colorato di rosso mentre assisteva all'entusiasmo sfrenato delle “furie rosse” [la nazionale spagnola]. |
10 | এন লা কাঞ্চা পেরু ব্লগ এই ফাইনালকে ইতিহাসের দৃষ্টিকোণে দেখেছে: | Il blog En la cancha Perú, analizza la finale da una prospettiva storica: |
11 | স্প্যানিশরা সারা খেলায় ভাল খেলেছে এবং আবারো তাদের পরিচ্ছন্ন ফুটবল শৈলী, নান্দনিকতা এবং বল নিয়ন্ত্রণ দেখিয়েছে মারদাঙ্গা এবং জোর দিয়ে খেলা ডাচদের সাথে। | Gli iberici hanno giocato meglio e mostrato ancora una volta chiarezza, stile e buon possesso palla di fronte ai combattivi e battaglieri olandesi. |
12 | এই সেই চুড়ান্ত ম্যাচ, যা ১১ই জুলাই জোহানেসবার্গের সকার সিটিতে অনুষ্ঠিত হয়েছে, ছিল বিশ্বকাপের ইতিহাসে ৩য় ফাইনাল ম্যাচ যা অতিরিক্ত সময়ে নিস্পত্তি হয়েছে। | La partita decisiva, giocata al “Soccer City” di Johannesburg l'11 luglio, è stata la quarta finale decisa nei tempi supplementari dopo i Mondiali in Italia del 1934, in Inghilterra nel 1966 e in Argentina nel 1978. |
13 | এর আগে এমন হয়েছিল ১৯৬৬ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে। | Le “furie rosse” stanno vivendo il loro momento di gloria e sono entrati di diritto nella storia più ambito trofeo calcistico. |
14 | ফুরজা রোজা (লাল ভয়ঙ্কর) টিম এখন তাদের স্বর্ণ সময় অতিবাহিত করছে এবং সবচেয়ে কাঙ্খিত ফুটবল ট্রফিতে তাদের নাম লিখিয়েছে। | Per l'Olanda, questa è la terza finale persa, dopo la Coppa del Mondo in Germania nel 1974 e in Argentina nel 1978. |
15 | নেদারল্যান্ডসের জন্যে এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল যেটাতে তারা হেরেছে। ১৯৭৪ সালে জার্মানি এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনা তাদের হারিয়ে বিশ্বকাপ জেতে। | Persino alcuni simboli nazionali spagnoli sono stati contagiati da questa euforia calcistica, come fa notare il blogger di Fulbito y fulvaso: |
16 | এমনকি কতিপয় স্প্যানিশ জাতীয় চিহ্নও সমর্থকদের আগ্রহের কবলে পড়েছে, জানিয়েছেন ফুলবিতো ঈ ফুলিয়াসো ব্লগের লেখক [স্প্যানিশ ভাষায়]: | In Spagna sono devoti al polipo Paul [it], il mollusco che ha previsto la vittoria della nazionale spagnola sull'Olanda nella finale dei Mondiali. |
17 | স্পেনে তারা নিবেদিত অক্টোপাস পলের প্রতি, যেই জলীয় প্রাণী নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের জাতীয় টিমের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। | |
18 | এতই মত্ত এই সমর্থকরা ছিল যে পেরুর স্প্যানিশ এমবাসির সামনে একটি স্প্যানিশ পতাকা ওড়ানো হয় মজার এক চিহ্নসহ - একটি অক্টোপাসের ছবি। | Così devoti che nell'ambasciata spagnola in Perù è apparso un curioso emblema: una bandiera del paese iberico modificata, con un polipo al posto dello scudo. |
19 | অবশেষে মহিলারা তাদের কণ্ঠ শোনাতে পেরেছে। | Infine, anche le donne si fanno sentire. |
20 | ওত্রাস টার্ডেস [স্প্যানিশ ভাষায়] এর ব্লগ থেকে আমরা বিশ্বকাপকে অন্য ধরণের এক দৃষ্টিভঙ্গিতে দেখি বিশেষ করে চিত্র ব্যবহার করে: | Sul blog Otras tardes, leggiamo un punto di vista molto diverso sui Mondiali in generale, ravvivato da simpatiche immagini: |
21 | বিশ্বকাপকে আমাদের মাত্র একটি দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। | La Coppa del Mondo non va considerata da un unico punto di vista. |
22 | কিছু মহিলারা ফুটবল ভালবাসে, কারও হয়ত ভালো লাগে না এই খেলা। কিন্তু ভাল লাগুক আর নাই লাগুক তারা সবাই বিশ্বব্যাপী যৌন আবেদনময়, সুদর্শন ও সুঠামদেহী এইসব ফুটবল খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখিয়ে থাকে। | Ad alcune donne piace il calcio, ad altre no, ma ciò non toglie che anche quante non sono interessate al calcio o allo sport in generale non possano divertirsi guardando i più belli, atletici e sensuali giocatori di tutto il mondo. |
23 | এছাড়াও এটি সবাইকেই কিছু না কিছু মজা দিতে সক্ষম। | E ce n'è abbastanza per accontentare tutti i gusti. |
24 | চলুন আমরা দেখি কারা সবচেয়ে বেশী মনোযোগ কেড়েছে: | Date un'occhiata a quelli che hanno attirato maggiormente l'attenzione. |
25 | দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফিফা বিশ্বকাপ এখন গত একটি বিষয়। | I Mondiali sudafricani del 2010 sono finiti. |
26 | আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হবে দেখতে যে ২০১৪ সালে ব্রাজিলে ফিফা বিশ্বকাপে আমাদের জন্যে কি আকর্ষণ অপেক্ষা করছে। | Dovremo aspettare quattro anni per vedere quali sorprese ci aspettano alla Coppa del Mondo in Brasile del 2014. |