Sentence alignment for gv-ben-20120722-28876.xml (html) - gv-ita-20120719-63276.xml (html)

#benita
1বুলগেরিয়াতে ইজরায়েলি পর্যটক বাসে আক্রমণAttentato contro pullman turistico israeliano in Bulgaria
2বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত।Otto persone sono morte e almeno 34 sono state ferite in un attentato contro giovani israeliani [it] a bordo di un pullman turistico presso l'aeroporto di Burgus, in Bulgaria.
3প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল।Gli ultimi resoconti attribuiscono la responsabilità della strage a un attentatore suicida che avrebbe innescato la bomba che portava con sé una volta a bordo del pullman.
4এনআরজি'র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল।Le prime investigazioni avevano invece suggerito che l'esplosione fosse provenuta da un ordigno posizionato nel bagagliaio del mezzo:
5সর্বশেষ: @বারাকরাভিদ:@BarakRavid [en]:
6বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে।Secondo quanto riportato dal Ministro degli Esteri bulgaro al Ministro degli Esteri israeliano Lieberman, le investigazioni hanno individuato la causa dell'esplosione in una bomba nascosta nel bagagliaio del pullman.
7ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে।Il Primo Ministro israeliano Bibi Netanyahu ha dichiarato che “tutti gli indizi portano all'Iran” [he] e che la risposta israeliana non mancherà di farsi sentire.
8@রুসলানট্রাদ:@ruslantrad [en]:
9বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছেbTV mostra immagini dell'attentato contro turisti israeliani in Bulgaria
10ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন:Shoshi, israeliana che ha assistito all'esplosione, dice [he]:
11আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি।Abbiamo superato il controllo immigrazione e siamo saliti sul pullman numero 4 fuori dall'aeroporto.
12আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে।Abbiamo sistemato i bagagli e nel giro di due minuti il pullman numero 2 si è incendiato.
13আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়।Siamo stati evacuati e condotti in una stanza sicura.
14তার ছেলে যোগ করেন:Il figlio aggiunge:
15যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে।I sopravvissuti a bordo del pullman sono dovuti saltare fuori per non calpestare i corpi.
16আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে।Abbiamo visto il pullman, un israeliano l'ha fotografato.
17আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি। আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি।Poi abbiamo visto l'esplosione e siamo stati immediatamente condotti verso il terminal.
18পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন:Sulla sua pagina Facebook [he], il Ministro degli Esteri Avigdor Lieberman ha scritto:
19আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি।Ho appena discusso dell'esplosione con il Ministro degli Esteri bulgaro, Nikolay Mladenov.
20মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন।Mladenov si sta dirigendo verso l'aeroporto e mi fornirà aggiornamenti quando vi arriverà.
21@মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে:Un tweet di @MokedNews [he] riporta:
22বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন।Una delle vittime dell'attacco in Bugaria è una guida turistica bulgara che si trovava con i turisti israeliani al momento dell'esplosione.
23(উৎস: বুলগেরীয় টিভি)(fonte: TV bulgara)
24হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ।Aggiornamenti sulla strage possono essere trovati su Haaretz (con aggiornamenti più frequenti in ebraico [he], e in inglese [en]) e sul Jerusalem Post [en].
25সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ: @বারাকরাভিদ - কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র @রুসলানট্রাদ - সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক @মকডসংবাদ - ইজরায়েলি সংবাদ যোগানUtenti Twitter (“tweeps”) da seguire per aggiornamenti continui: @BarakRavid [en][he] - corrispondente diplomatico del giornale Haaretz @ruslantrad [en] - blogger siro-bulgaro e analista politico su Medio Oriente e Nord Africa @MokedNews [he] - news feed israeliano