Sentence alignment for gv-ben-20111014-20677.xml (html) - gv-ita-20111013-46799.xml (html)

#benita
1ইয়েমেনঃ সালেহ ক্ষমতা ত্যাগ করছে?Yemen: Saleh si dimette?
2মনে হয় না!Mah, improbabile!
3এই পোস্টটি ইয়েমেন বিক্ষোভ-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। ৩৩ বছর ধরে ইয়েমেন শাসন করে আসা শাসকের বিরুদ্ধে মাসের পর মাস ধরে চলা এক প্রতিবাদের পর, সেই শাসনকর্তা রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ গত ৮ই অক্টোবর শনিবার সংসদ এবং শুরা কাউন্সিলের সামনে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষন প্রদান করেন।Dopo mesi di proteste continue contro il suo regime in piedi da 33 anni, il presidente yemenita ha annunciato in un discorso sabato 8 Ottobre, di fronte al Parlamento, al Consiglio della Shura e alla TV di Stato, che avrebbe lasciato il potere nei giorni successivi.
4এই ভাষণে তিনি জানান যে, আগামী কয়েকদিনের মধ্যে তিনি ক্ষমতা ত্যাগ করতে যাচ্ছেন।Arrivando a dichiarare: «Rifiuto il potere e continuerò a farlo e lo lascerò nei prossimi giorni».
5তিনি বলেন, আমি ক্ষমতাকে প্রত্যাখান করেছি এবং ক্রমাগত তাকে প্রত্যাখান করে যাব, আর আগামী যে কোন একটি দিনে আমি ক্ষমতা ত্যাগ করতে যাচ্ছি। তবে অনেকে মনে করে যে এটি ক্ষমতা নিয়ে তার এক নতুন খেলা।Tuttavia, per molti si tratterebbe dell'ennesima promessa - di una finta, insomma - in vista del rapporto che l'inviato delle Nazioni Unite, Jamal Ben Omar, deve presentare martedì prossimo sulla situazione in Yemen.
6জাতি সংঘের রাষ্ট্রদূত জনাব জামাল বেন ওমর ইয়েমেনের উপর যে রিপোর্ট প্রদান করতে যাচ্ছেন, তাতে হস্তক্ষেপ করার লক্ষ্যে এই পদক্ষেপ।
7ওমর তার এই রিপোর্ট মঙ্গলবারে জাতি সংঘের নিরাপত্তা পরিষদে হস্তান্তর করতে যাচ্ছে।
8কার্লোস লাতুফ-এর কার্টুনUna vignetta di Carlos Lattuf
9সালেহ বলেছেন যে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের যে উদ্যোগ, তাতে আবারও স্বাক্ষর করবেন। ঘটনাক্রমে এই উদ্যোগ অনেক ইয়েমেনী নাগরিক প্রত্যাখ্যান করেছে।Saleh ha annunciato più volte le sue dimissioni aggiungendo che avrebbe firmato il documento proposto dall'Onu e dalle Monarchie del Golfo e quest'ultima promessa viene accolta nella massima indifferenza.
10কেবল ইয়েমেনিদের মধ্যে নয়, অনেকের কাছেই এখন আর তার গ্রহণযোগ্যতা নেই।Ormai la sua credibilità è del tutto compromessa e non solo per il popolo yemenita.
11গত মে মাসে পোস্ট করা হয়েছিল একটি জনপ্রিয় ভিডিও, যা সালেহ সম্বন্ধে অনেক ইয়েমেনির ভাবনাকে বহন করে। এই ভিডিওটি সালেহ-এর ভাষণের পর সানা ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক @আদামবারোন পোস্ট করেছে। :Nel Maggio scorso, facendo seguito a un suo discorso, era stato caricato su Twitter un video, a cura di un giornalista freelance inviato a Sanaa, in cui si esplicita quello che è il pensiero di molti yemeniti riguardo a Saleh @adammbaron:[en, come i link successivi, eccetto ove diversamente indicato] :
12সাম্প্রতিক ভাষণের আলোকে বলা যায়, সম্ভবত এটা আসলে নতুন করে শুরু করার ইঙ্গিত- এটি এভাবে তুলনা করার যোগ্য http://www.youtube.com/watch?alla luce dei discorsi pronunciati recentemente vale la pena riproporre questa perla… http://www.youtube.com/watch?
13v=klxvHEKzqQM#কেটিপেরি #সালেহ#ইয়েমেনv=klxvHEKzqQM #katyperry #saleh #yemen
14এখানে টুইটারে প্রকাশিত আরো কিছু প্রতিক্রিয়া প্রদান করা হল:Qui di seguito altre reazioni su Twitter.
15@সামওয়াদ্দাহ: #সালেহকে তার বক্তৃতা প্রদানের সময়, এক নির্বোধ, মিথ্যাবাদী, ভণ্ড, উপেক্ষিত এবং প্রতারক বলে মনে হচ্ছিল।@samwaddah: Nel suo discorso, #Saleh è sembrato stupido, bugiardo, ipocrita, ignorante & truffaldino.
16অন্য কথায় সে সময় সে তার নিজের মত করেই নিজেকে উপস্থাপন করে।In altre parole, era soltanto se stesso!
17#ইয়েমেন#সালেহব্লাব্লা#Yemen #SalehBlaBla
18@ইয়েমেন৪(ফর)চেঞ্জ: আমি সততার সাথে বলতে পারি যে “আগামী যে কোন দিন” বলতে কি বোঝায় আমি তা জানি না।@Yemen4Change: In tutta onestà io non so più cosa intenda per “i prossimi giorni”!
19#সালেহ #ইয়েমেন#Saleh #Yemen
20এক ইয়েমেনি সাংবাদিক @খালেদহামাদি এই ভাষণের ব্যাপারে টুইট করেছে। :@KhaledHammadi, un giornalista yemenita, ha commentato così a proposito del discorso:
21#ইয়েমেনের বিক্ষোভকারীরা কখনো প্রচার মাধ্যমে #সালেহ-এর বক্তৃতার বিষয়ে মনোযোগ প্রদান করেনি, যে ভাষণে আগামী কয়েকদিনের মধ্যে তিনি ক্ষমতা ছেড়ে দেবার প্রতীজ্ঞা করছেন।#Gli oppositori yemeniti ormai non ascoltano più i discorsi di #Saleh, con le sue promesse di abbandonare il potere nel giro di qualche giorno, poiché pensano si tratti della solita commedia
22তারা গুরুত্ব প্রদান করেনি, কারণ তার বিশ্বাস করে যে এটা তার একটা নতুন কৌশল।
23এবং @সামারনাসের বলছে:Ancora @SummerNasser commenta:
24এফওয়াইআই [ফর ইয়োর ইনফরমেশন বা আপনার জ্ঞাতার্থে] :সালেহ প্রতিশ্রুতি প্রদান করেছে যে সে ক্ষমতা থেকে সরে যাবে।
25গতকালের ভাষণের আগে তিনি, তিন বার এ রকম প্রতিশ্রুতি প্রদান করেছেন।FYI: #Saleh ha già promesso di “dimettersi” tre volte prima del discorso di ieri.
26একবার যে মিথ্যা কথা বলে সে বারবার মিথ্যা বলে।Non si può cambiare un bugiardo.
27#ইয়েমেন#সাপোর্ট ইয়েমেন#Yemen #Supportyemen
28মিশরীয় সাংবাদিক @রাওয়ারাগেহ এর সাথে যোগ করেছে:Il giornalista egiziano @RawyaRageh rincara:
29এটা একটা পরাবাস্তব বিষয় যে, কতবার আলি আবদুল্লাহ #সালেহ ক্ষমতা থেকে সরে যাবার প্রতিশ্রুতি প্রদান করেছে।E' surreale il numero di volte che Ali Abdullah #Saleh ha promesso di dimettersi.
30সত্যিকার অর্থে।Siamo seri!
31#ইয়েমেন#Yemen
32অনেক নেট নাগরিক বলছেন যে সালেহ -এর ভাষণ এবং বেছে বেছে শব্দ ব্যবহার করে বলা যে ‘তিনি সামনের যে কোন সময়ে ক্ষমতা ত্যাগ করতে যাচ্ছেন' আসলে তা নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী তাওয়াক্কল কারমান যে যৌক্তিক কারণে তার এই পুরষ্কার বিজয়কে উপভোগ করছেন, তার থেকে সবার এবং প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করার এক বেদনাদায়ক প্রচেষ্টা।Molti netizens sostengono che il discorso di Saleh e la scelta precisa delle parole per cui lui avrebbe lasciato il potere “nei prossimi giorni” è stato solo un patetico tentativo di rubare la scena e l'attenzione mediatica che il premio Nobel per la pace yemenita Tawakkol Karman[it] stava meritatamente ricevendo.
33@দিমা_খাতিব একজন সুপরিচিত সাংবাদিক এবং তিনি আরব বিপ্লব এবং ইয়েমেনের প্রচণ্ড সমর্থক। তিনি টুইট করেছেন:@Dima_Khatib, giornalista assai nota e grande sostenitrice della Primavera Araba e dello Yemen, commenta su Twitter:
34যখন একজন স্বৈরশাসক, তিনটি বিপ্লবের জননী, ৩২ বছরের এক সম্মানিত সাহসী নারীর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেন…তখন তার কাছ থেকে আর কিছুই আশা করা যায় না। #ইয়াল্লাসালেহ#ইয়েমেনQuando un dittatore arriva a provare invidia per una donna di 32 anni, coraggiosa rivoluzionaria e pure tre volte mamma… Bisogna aspettarsi di tutto!
35@টোটা৭৭০ টুইট করেছে:#YallaSaleh #YEMEN #YallaSaleh #YEMEN
36আমি #সালেহকে বিশ্বাস করি না।@tota770 rilancia:
37সে এক মিথ্যাবাদী। সে সবার মনোযোগ আকর্ষণ করতে চায়, কারণ গতকাল সে #তাওয়াক্কল কারমানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিল, যে কিনা #নোবেল পুরস্কার লাভ করেছে। ?Io non credo a #Saleh, è un bugiardo, vuole soltanto attirare l'attenzione perché ieri ha provato invidia per #Tawakul che ha vinto il premio #Nobel :P
38সালেহ-এর ভাষণের ব্যাপারে তাওয়াক্কল কারমানের প্রতিক্রিয়া, বিক্ষোভকারীরা এই ভাষণের ব্যাপারে যা অনুভব করে তার প্রতিফলন, @নাসেরমাওয়েরি তা টুইট করেছে:La risposta di Karman al discorso di Saleh, che riflette in generale il pensiero di tutti gli oppositori, è stata riportata da @NasserMaweri: @NasserMaweri:
39#তাওয়াক্কলকারমান: আমি #সালেহকে বলতে চাই যে, বিপ্লব জয় লাভ করতে যাচ্ছে এবং সে জিতবেই, ইয়েমেন সব সময় মুক্ত হয়ে থাকবে‌ যেমনটা সে সবসময় ছিল।#TawakulKarman : Voglio dire a #Saleh, che la rivoluzione sta già vincendo e continuerà a vincere, lo Yemen sarà libero come lo è stato prima di lui.
40#ইয়েমেন#Yemen
41এই পোস্টটি ইয়েমেন বিক্ষোভ-২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।