Sentence alignment for gv-ben-20130702-37185.xml (html) - gv-ita-20130707-81878.xml (html)

#benita
1থাইল্যান্ড চালে ভর্তুকি প্রত্যাহার করেছেThailandia: polemiche sui tagli al sussidio per il riso
2থাইল্যান্ডের সরকার চালে ভর্তুকি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
3৪. ৪ বিলিয়ন মার্কিন ডলার লোকসান দেয়ার পর সরকার এই প্রত্যাহারের ঘোষণা দেয়। দেশটির ৪ মিলিয়ন কৃষক এই ভর্তুকিতে লাভবান হতেন।In seguito alla perdita di 4,4 miliardi di dollari, il governo della Thailandia ha annunciato che ridurrà [en, come i link seguenti] il sussidio per il riso che versava a quattro milioni di contadini.
4২০১১ সালে নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ভর্তুকি চালু করেছিলেন। এর আওতায় সরকার কৃষকদের কাছ থেকে বেশি মূল্যে চাল কিনে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতো।Introdotto nel 2011, dopo la vittoria elettorale del Primo Ministro Yingluck Shinawatra, il programma di sostegno prevede che il governo compri il riso ad un prezzo alto dai produttori locali, per poi rivenderlo sul mercato internazionale; tale sistema era stato pensato per favorire il risparmio dei contadini.
5সরকারের কাছে বেশি মূল্যে চাল বিক্রি করায় কৃষকদের সঞ্চয়ের পরিমাণ বেশ বেড়ে গিয়েছিল।
6গত পাঁচ দশক ধরে থাইল্যান্ড বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ হলেও সম্প্রতি ভারত এবং ভিয়েতনাম এই স্থান অধিকার করেছে।
7সমালোচকরা দাবি করেছেন, চালের ভর্তুকি কর্মসূচীর কারণে চাল সেক্টরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
8ভেরা প্রাতিচাইকুল জানিয়েছেন, শুরু থেকেই এই কর্মসূচী ছিল অবাস্তব: চালের ভর্তুকি কর্মসূচীকে সমালোচকরা প্রথম দিন থেকেই অবাস্তব বলে আসছেন।Per cinquant'anni la Thailandia è stata il maggior esportatore di riso al mondo, ma negli ultimi tempi è stata superata dall'India e dal Vietnam; i critici condannano il metodo dei sussidi perché lo ritengono responsabile delle ingenti perdite nel settore agricolo.
9কৃষকদের কাছ থেকে ভোট পাওয়ার এটাই ছিল প্রথম অগ্রাধিকারমূলক পদক্ষেপ।Veera Prateepchaikul sostiene che il programma fosse campato in aria già dall'inizio:
10আর কৃষকদের প্রকৃত সুবিধা দেয়া ছিল দ্বিতীয় অগ্রাধিকারমূলক পদক্ষেপ। থাই কৃষকরা গর্ভমেন্ট হাউজের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করছেন।Sin dal primo giorno il programma delle sovvenzioni per il riso è stato tacciato di irrealismo; la sua priorità era di ottenere i voti dei contadini, mentre gli effettivi aiuti economici rimanevano al secondo posto.
11ছবি: পিতি এ সাহাকর্ন।Contadini thailandesi durante una protesta di fronte al Palazzo del Governo.
12স্বত্ত্ব: ডেমোটিক্স (৬/২৫/২০১৩)Foto di Piti A Sahakorn, Copyright @Demotix (25/6/2013)
13সরকারের এই কর্মসূচীর কারণে গরীব কৃষকরা নন, লাভবান হয়েছেন মধ্যস্বত্ত্বভোগী আর চাল ব্যবসায়ীরা, এমনটাই যুক্তি দেখানো হয়েছে এশিয়া সেন্টিনেল-এ প্রকাশিত একটি লেখায়:
14অন্য সূত্রগুলো বলছে, এই কর্মসূচী থেকে কৃষকরা কীভাবে লাভবান হচ্ছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।Un articolo comparso sul quotidiano Asia Sentinel sostiene che il programma gioverebbe ai distributori e ai commercianti di riso, a discapito dei poveri contadini:
15এটা অনস্বীকার্য যে, বেশি দাম থেকে কৃষকরা লাভবান হচ্ছেন।
16কিন্তু দীর্ঘমেয়াদে এটা চলে যাচ্ছে মধ্যভোগীদের কাছে।Ci si chiede anche quanto il programma vada a beneficio dei contadini, sottolinea un'altra fonte.
17পিটার ওর থাইল্যান্ডে জনপ্রিয়তা মাপার মাপকাঠি হিসেবে চালে ভর্তুকির সমালোচনা করেন:Nonostante i contadini abbiano un vantaggio indiscusso per i prezzi più alti, sono gli intermediari che ci guadagnano di più sul lungo termine.
18ভোটের লড়াইয়ে জেতার জন্য স্বপ্ল মেয়াদী রাজনৈতিক সুবিধা পেতে সরকার এই জনপ্রিয় পদক্ষেপগুলো নিয়ে থাকে।
19তারা দেশের সমস্যাগুলো বিবেচনা করে দীর্ঘমেয়াদী সমাধানের পদক্ষেপ নেয়া অগ্রাহ্য করেন।Peter Warr etichetta i sussidi per il riso come un esempio di manovra populista in Thailandia:
20নতুন এই কর্মসূচী শুরু হয়েছে আগের চাল কেনা কর্মসূচী থেকে। আগেও উচ্চমূল্যে চাল কেনা হতো, কিন্তু সরকার কতোটুকু পরিমাণ কিনবে, সেটা ঠিক করতে ব্যর্থ হতো।Questo intervento serve ad ottenere benefici politici a breve termine per il governo attraverso i voti elettorali, e benefici economici che favoriscono interessi particolari, mentre esclude la necessità di elaborare delle soluzioni durature per i problemi del Paese.
21বিক্রম নেহরু এই কর্মসূচীর সমস্যা কি ছিল সেটা ব্যাখ্যা করে সমাধানও দিয়েছেন:Tale programma si discosta da quello precedente per i prezzi più alti del riso, e poiché non è in grado di porre alcun limite alle spese governative.
22ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির পাশাপাশি নতুন চাল নীতির আরেকটা সমস্যা হলো দুর্নীতি।Vikram Nehru illustra cosa c'è di sbagliato nel sistema, ed offre una soluzione:
23কৃষকরা তাদের চাল বিক্রি করে মিল মালিকদের কাছে।A parte il costo crescente, un altro problema legato alla nuova politica agricola è rappresentato dalla corruzione.
24আর মিল মালিকরা স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষমতার অধিকারী। এরা নির্ধারিত দামের চেয়ে কম দামে চাল সরবরাহ করতে কৃষকদের বাধ্য করতে পারে।Ai contadini viene infatti richiesto di vendere il loro riso ai proprietari delle fabbriche che, tuttavia, hanno abbastanza potere sul mercato locale per ridurne il prezzo; nel frattempo, essi ricevono dal governo un risarcimento pari al prezzo pieno di approvigionamento.
25আবার তারা সরকারের কাছ থেকে নির্ধারিত দামই আদায় করে।Non sorprende affatto che, negli ultimi anni, il numero dei mulini in Thailandia sia cresciuto.
26অবিশ্বাস্য হলেও সত্যি, গত এক বছরে মিল মালিকের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে।Il Paese dovrebbe tornare allo schema vigente prima del 2006, il quale garantiva ai contadini un prezzo minimo leggermente più basso di quello di mercato.
27থাইল্যান্ডের উচিত ২০০৬ সালের কর্মসূচীতে ফেরত যাওয়া।Ma il governo è convinto che il programma abbia funzionato; sostiene che abbia avvantaggiato milioni di poveri contadini:
28এখানে কৃষকদের বাজার মূল্যের চেয়ে কিঞ্চিত কম মূল্য পাওয়ার নিশ্চয়তা ছিল।
29কিন্তু সরকার নিশ্চিত এই কর্মসূচী থেকে কৃষকরা উপকৃত হয়েছেন। তারা দাবি করেছেন, এই কর্মসূচীর মাধ্যমে কয়েক মিলিয়ন দরিদ্র কৃষক উপকৃত হয়েছেন:Il 97,8% di loro è d'accordo sul fatto che il nuovo programma li abbia aiutati ad alleviare gli onerosi debiti, mentre il 93,7% è stato soddisfatto del programma; infine, l'85,4% sostiene di avere messo da parte maggiori risparmi.
30…৯৭. ৮% কৃষক একমত হয়েছেন, এই কর্মসূচীর কারণে তাদের সব ধরনের ঋণের বোঝা কমাতে সাহায্য করেছে। আর ৯৩.Andrew Spooner ricorda ai critici che i sussidi per l'agricoltura dati dai Paesi europei sono maggiori rispetto a quelli thailandesi:
31৭% কৃষক এই কর্মসূচীতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। ৮৫. ৪% কৃষক জানিয়েছেন, তারা আগের চেয়ে বেশি সঞ্চয় করতে পারছেন।Ciò che lascia perplessi è il fatto che il programma thailandese di sussidi per l'acquisto del riso è relativamente esiguo, se la cifra totale della perdita di appena 2 miliardi, questo rispecchia le aspettative del governo.
32অ্যান্ড্রু স্পুনার সমালোচকদের স্মরণ করিয়ে দেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চালে থাইল্যান্ডের অনেক বেশি ভর্তুকি দেয়:Nell' Unione Europea, per esempio, i sussidi all'agricoltura raggiungono i 75 miliardi di dollari, mentre in Corea, Svizzera, Giappone e Norvegia quasi il 60% dei guadagni dell'agricoltura è reso possibile grazie ai sussidi governativi.
33আশ্চর্যের বিষয় হলো, সরকারের ধারনাকৃত লোকসানের পরিমাণ যদি ২ বিলিয়ন মার্কিন ডলার হয়, তাহলে থাইল্যান্ডের চাল কেনা কর্মসূচীকে তুলনামূলকভাবে বেশ ছোট-ই বলা যায়।
34কারণ ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকির পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আর কোরিয়া, সুইজারল্যান্ড, জাপান এবং নরওয়ের কৃষি আয়ের ৬০% পর্যন্ত সরকারের ভর্তুকি রয়েছে।Non c'è nulla di strano riguardo ai sussidi per l'agricoltura; il sistema di acquisto del riso è stato presentato durante la campagna elettorale del 2011, e gli elettori hanno chiaramente indicato di voler puntare su questa politica.
35কৃষি খাতে ভর্তুকি দেয়াকে অদ্ভুত মনে করার কিছু নেই।Terence Chulavachana sostiene una tesi simile: Quanto sono ricchi i contadini thailandesi?
36২০১১ সালের সাধারণ নির্বাচনে কৃষকরা চাল কেনা কর্মসূচীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।
37তাই এই নীতিতেই ফিরে যাওয়া দরকার।Quanto lo sono quelli dell'Eurozona e degli Stati Uniti?
38তেরেন্স চুলাভাচানা একই যুক্তি তুলে ধরেছেন:La realtà è che i contadini thailandesi sono estremamente poveri al confronto.
39থাইল্যান্ডের কৃষকদের কীভাবে ভালো হবে?Di quanto consta il sussidio thailandese?
40ইউরোজোন এবং আমেরিকার কৃষকদের কী করে ভালো হয়?E di quanto quello dell'Eurozona e degli Stati Uniti?
41ঘটনা হলো, তাদের সাথে তুলনায় থাইল্যান্ডের কৃষকরা নিতান্তই গরীব।In realtà, il sussidio in Thailandia rappresenta una piccola frazione del sussidio dell'Eurozona e degli Stati Uniti.
42থাইল্যান্ডের খামারগুলো কতটুকু ভর্তুকি পায়?Quindi, perché si è scatenato il putiferio riguardo al sussidio thailandese?
43এবং ইউরোজোন এবং আমেরিকার খামারগুলো কতটুকু ভর্তুকি পায়?
44ঘটনা হলো, ইউরোজোন এবং আমেরিকার খামারগুলো যে পরিমাণ ভর্তুকি পায়, সে তুলনায় খুব সামান্যই ভর্তুকি পায় থাইল্যান্ডের খামারগুলো।
45তাই থাইল্যান্ডের চালের ভর্তুকি কেন অবাস্তব বলে বিবেচিত হবে?I contadini si sono immediatamente opposti alla riduzione della sovvenzione, e hanno promesso di protestare ancora sia a Bangkok che in altre città.
46চালের ওপর ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদ করে ব্যাংকক এবং আশেপাশের শহরগুলিতে কৃষকরা তাত্ক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে।