Sentence alignment for gv-ben-20130602-35588.xml (html) - gv-ita-20130306-75616.xml (html)

#benita
1ভেনেজুয়েলাঃ হুগো শাভেজ মারা গেছেনVenezuela: altre reazioni alla scomparsa di Hugo Chávez
2আজ সন্ধ্যায়, ভাইস-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হুগো শাভেজ ফ্রিয়াসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।Nel tardo pomeriggio [di ieri 5 marzo] il vicepresidente venezuelano Nicolás Maduro ha comunicato la notizia della morte del presidente Hugo Chávez Frías.
3প্রেসিডেন্ট শাভেজ ২০১০ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন এবং কিউবায় এর জন্য চারবার চিকিৎসা নেন।Chávez combatteva contro il cancro già dal 2010 e si era sottoposto a trattamenti a Cuba in 4 diverse occasioni.
4২০১২ সালের ৭ অক্টোবর, নির্বাচনে জয়লাভের পর, যা তাকে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিশ্চিত করেছে, তিনি ডিসেম্বরে ঘোষণা দেন যে তাকে আরেকটি অস্ত্রোপচারের জন্য কিউবা যেতে হবে।Il 7 ottobre del 2012 aveva vinto le sue quarte elezioni, che gli avrebbero concesso il mandato presidenziale fino al 2019. Tuttavia a dicembre si era nuovamente recato a Cuba per un ulteriore intervento.
5৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নি, শ্বাস-প্রশ্বাসের জটিলতা ও ক্যান্সার বৃদ্ধির কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।Dopo oltre 80 giorni di assenza, era tornato nel Paese ma il suo stato di salute si era rapidamente aggravato a causa di complicazioni respiratorie dovute all'avanzare del cancro.
6টুইটার ব্যবহারকারীরা মাদুরোর ঘোষণার সাথে সাথেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।Su Twitter la gente commenta a caldo la notizia subito dopo l'annuncio di Maduro.
7@মারুজাতারে [es] লিখেছেন:@marujatarre [es, come nei link successivi, salvo ove diversamente indicato] scrive:
8@মারুজাতারে: মানুষটি মারা গেলেন এবং এক কাহিনী শুরু হল, এটি অপরিহার্য।@marujatarre: Muore l'uomo e comincia la leggenda, è inevitabile.
9হুগো শাভেজ ফ্রিয়াস, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে বারনার্ডো লনডয়ের সৌজন্যে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২.Hugo Chávez Frías, foto di Bernardo Londoy con licenza Creative Commons (CC BY-NC-SA 2.0)
10০) মারডি (@মারডিসিয়েন্টা) [es] শাভেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনঃMardi (@mardicienta) ha parole di apprezzamento per Chávez:
11@মারডিসিয়েন্টা: আমার সেনানী, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য কখনোই আপনাকে ধন্যবাদ দেয়া সম্ভব নয়।@mardicienta: Non mi basterà l'intera vita per ringraziarti di ciò che hai fatto per noi, mio comandante.
12আপনার বিপ্লবের বীজ সর্বদা প্রস্ফুটিত থাকবে!Quello che hai seminato fiorirà per sempre in una rivoluzione d'amore!
13এর মধ্যে @লাডিভাইনাডিভা [es] ঘোষণা দিয়েছেঃMentre @LaDivinaDiva scrive:
14@লাডিভাইনাডিভা: এবং আশা করা যায় যে এখন আমরা অপ্রয়োজনীয় সাহসিকতা বাদ দিয়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পারব@LaDivinaDiva: speriamo che si comprenda finalmente che è il momento di smetterla con le contrapposizioni e si cominci a risolvere i conflitti in pace e armonia
15হুগো শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলায় ক্ষমতাসীন ছিলেন।Hugo Chávez è stato al governo in Venezuela dal 1999 al 2013.
16তিনি ৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করেন।Ha vinto per 4 volte le elezioni presidenziali e promulgato una nuova Costituzione.
17তার সাম্রাজ্যবাদ-বিরোধী সরকার পদ্ধতি সারাবিশ্বে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত, যদিও তার দেশ যুক্তরাষ্ট্রের তেলের উৎস ছিল।In tutto il mondo è diventato famoso per la sua ideologia anti-imperialista, molto critica verso le ingerenze degli Stati Uniti in America Latina, che sono però tutt'ora i maggiori acquirenti del petrolio venezuelano.
18তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সংহতির জন্য কিছু প্রস্তাব দিয়েছিলেন।La sua azione si è caratterizzata anche per l'impegno verso una sempre maggiore cooperazione tra paesi dell'America Latina e dei Caraibi.
19নিজের দেশে, তার শাসনামলে উচ্চমূল্যে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দেশের দরিদ্র জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ব্যয় করেন।In politica interna si è speso a favore delle classi più indigenti, finanziando le sue politiche sociali con la vendita del petrolio a prezzi elevati.
20ভেনেজুয়েলায় শাভেজ সমর্থক ও বিরোধীদের দ্বন্দ্বের কারণ হিসেবে উল্লেখিত বিভক্ত রাজনীতিনিয়ে আলোচনা অপরিহার্য, যা দুই দ্বন্দ্বমুখর অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বিষয়কে জটিল করে তুলেছে।Tuttavia i suoi anni di governo hanno prodotto anche una decisa polarizzazione [it] nel Paese tra i due punti di vista opposti e inconciliabili di chavisti e antichavisti, situazione che complica la comprensione dei fatti dall'esterno.
21তারপরও, প্রেসিডেন্টের মৃত্যু এক জাতীয় শোক পালনের সময়।Nonostante tutto la morte del Presidente è senza dubbio un momento di lutto per tutta la nazione.