# | ben | ita |
---|
1 | পুয়ের্টো রিকো: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনলাইন ভিডিও মারফত দেখা গেছে | Porto Rico: proteste universitarie rilanciate tramite media e video online Gli studenti sventolano la bandiera portoricana |
2 | ছাত্রছাত্রীরা পুয়ের্টো রিকো পতাকা নাড়াচ্ছেন পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানোর বিরুদ্ধে মাসব্যাপী বিক্ষোভ এখনও চলছে জোড়ালো ভাবে। | Gli studenti dell'Università di Porto Rico hanno intensificato le proteste, iniziate oltre un mese fa, contro i tagli del budget universitario [en, come tutti gli altri link eccetto ove specificamente indicato]. |
3 | আর যেসব ছাত্র রিও পেদ্রাস ক্যাম্পাসের ভিতরে আছেন তারা অনলাইন ভিডিও ও অন্যান্য সামাজিক মিডিয়ার মারফত এইসব তথ্য জানাচ্ছেন। | Attraverso video online e altri canali di social media gli studenti barricati nel campus universitario di Rio Piedras hanno mantenuto attivo il flusso di comunicazioni con l'esterno. |
4 | ছাত্ররা মূল্য কমানোর পদক্ষেপের প্রতিবাদ করছেন যেখানে শৈল্পিক আর ক্রীড়ার বৃত্তির সংখ্যা কমিয়ে দেয়া হবে, আর তার সাথে সেইসব ছাত্রের জন্য বৃত্তিও যারা পড়ালেখায় খুব ভালো করেন। | Si protesta contro le misure adottate e il conseguente taglio della spesa dell'ateneo: verranno eliminate le borse di studio a favore degli studenti di materie artistiche e sportive così come quelle destinate agli studenti meritevoli. |
5 | যার ফলে যারা কম আয়ের পরিবার থেকে এসেছেন তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবেন। | Il taglio dei sussudi allo studio riduce l'accesso all'istruzione universitaria di tutti quegli studenti che appartengono a fasce di reddito basso. |
6 | এই ছাত্র প্রতিবাদ আলাদা হয়েছে ব্লগ আর সামাজিক মিডিয়াকে যোগাযোগের হাতিয়ার হিসাবে উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্তারিতভাবে ব্যবহারের কারনে। | Questo movimento studentesco si è fatto notare per l'uso estremamente creativo e ampio di blog e social media come piattaforme per fare informazione. |
7 | এক মাস পুরানো এই ধর্মঘট সম্পর্কে জানাতে ছাত্র, সমর্থক আর এর বিপক্ষে যারা তারা ব্লগ, টুইটার আর ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, ইন্টারনেট নির্ভর রেডিও স্টেশনে প্রচার হয়েছে আর ছাত্রদের ধর্মঘট সংশ্লিষ্ট ছোট ভিডিও ছাড়া হয়েছে। | Studenti di posizioni opposte, favorevoli e contrari alle proteste, hanno aperto blog, profili su Facebook, acconti su Twitter, emittenti radio online, e prodotto video relativi allo sciopero studentesco che è ormai in corso da oltre un mese. |
8 | এভাবে ধর্মঘটের সংবাদ দেয়ার ব্যাপারে বিকল্প ডিজিটাল মিডিয়া বিশেষ ভূমিকা পালন করেছে। | I media digitali alternativi hanno svolto un ruolo fondamentale nella diffusione delle informazioni circa lo sciopero. |
9 | ছাত্র আর অন্যান্য দল, স্থান পেয়েছেন তাদের দৃষ্টিকোণ, চিন্তা আর মতামত জানাবার জন্য তাদের সাথে কি হচ্ছে সেটা জানানোর ব্যাপারে মূলধারার মিডিয়ার উপরে নির্ভর করে না থেকে। | Sia gli studenti che altri gruppi hanno così potuto esprimere opinioni, riflessioni e sensazioni su quanto va accadendo senza dover dipendere dai mezzi di comunicazione tradizionali. |
10 | কিছু নাগরিক ভিডিও জানাচ্ছে যে পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি ঘটছে। | Alcuni video amatoriali girati dai cittadini rilanciano quanto sta succedendo nel campus dell'Università di Porto Rico. |
11 | যেমন নোয়েলিয়া গঞ্জালেজের এই ভিডিও দেখাচ্ছে বাইরে বিক্ষোভকারীদের সমর্থকরা খাদ্য আর পানীয় একত্র করছেন ভেতরে ছাত্রদের দেয়ার জন্য। | Per esempio il seguente video di Noelia González [es] ci mostra i luoghi fuori dal campus dove i sostenitori dello sciopero raccolgono i viveri da distribuire agli studenti barricati all'interno. |
12 | ছাত্ররা আমাদের ভেতরে ঘুরে দেখান যেখানে দেখা যায় অস্থায়ী গোসলের স্থান, ধোয়ার জায়গা আর কিভাবে তারা ভিতরকে ময়লা থেকে পরিষ্কার রেখেছেন। | Gli studenti fanno un tour nel campus, mostrandoci le docce di fortuna, i reparti lavanderia e il sistema che hanno adottato per la raccolta della spazzatura. |
13 | বাইরে সমর্থন জোরদার, যা ভক্স পপ সাক্ষাতকার গ্রহণকারীরা জানিয়েছেন: এই বিক্ষোভ শিক্ষনীয় একটা ক্ষন আর ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়ছেন। | All'esterno il sostegno rimane forte e lo dimostrano le interviste fatte alla gente: la protesta è un'esperienza educativa e gli studenti si sono ribellati per difendere i propri diritti. |
14 | পরের এই ভিডিও দেখাচ্ছে আমেরিকা থেকেও কিভাবে সমর্থন আসছে। | Il video successivo [es] mostra come il sostegno alle proteste arrivi anche dalla terra madre, gli Stati Uniti. |
15 | মানুষ পুয়ের্টো রিকোর ছাত্রদের সমর্থনে নিউ ইয়র্কে মিছিল করেছেন ব্যানার আর চিহ্ন নিয়ে: | Molte le persone scese per le strade di New York a manifestare l'appoggio agli studenti di Porto Rico con striscioni e cartelli: |
16 | যারা বিক্ষোভ করছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পরের ভিডিওটি তৈরি করেছেন রেমন্ড ও ব্রায়ান। | Quest'altro video di Raymond O'Brien [es] è un toccante tributo a tutti coloro che stanno protestando. |
17 | সাধারণ এই বার্তা: ১ বিশ্ববিদ্যালয়: ১ মানুষ - এছাড়া অন্য কোন গল্প বলার প্রযোজন নেই। | Il messaggio è semplice, 1 Università: 1 popolo, e non c'è bisogno di altre parole per raccontare quanto va accadendo. |
18 | তার বদলে শৈল্পিক মিছিল, প্যারেড, ছাত্র আর প্রাক্তন ছাত্রছাত্রীরা গান আর নাচ করছেন যে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তারা চিন্তা করেন তার প্রতি সমর্থন জানিয়ে। | E ancora, vediamo immagini delle marce artistiche, delle parate, di alunni e studenti che cantano e ballano a sostegno di un'università pubblica accessibile a tutti. |
19 | কার্লোস মার্সিয়াল তার উৎসর্গের ভিডিও যোগ করেছেন আর নেটে সেটা পোস্ট করেছেন | Anche Carlos Marcial ha diffuso il suo video [es] in Rete. |
20 | । ভিডিওতে, কিছু কাগজ আর লেখা দেখা যাচ্ছে আর তাতে লেখা আছে: ”অসুবিধার জন্য দু:খিত, আমরা জনসাধারণের একটা বিশ্ববিদ্যালয় নির্মান করছি।“ | |
21 | ফিরুজে শুকু ভাল্লের সহযোগীতা নিয়ে লেখা Email | Nel filmato si vedono cartelli e avvisi che dicono: “Scusate il disagio, stiamo costruendo un'università pubblica”. |
22 | লিখেছেনJuliana Rincón Parra অনুবাদ করেছেন রেজওয়ান@rezwan | Firuzeh Shokooh Valle ha collaborato alla stesura di questo post. |