# | ben | ita |
---|
1 | নিকারাগুয়া: সাম্প্রতিক নির্বাচনে প্রতারণা নিয়ে উদ্বেগ | Nicaragua: timore di brogli alle recenti elezioni municipali |
2 | সম্পাদকের টীকা: নীচেরটা আলভারো বেরোটেরানের ব্লগ নিকারিয়াগুয়া ঈ সু ব্লগে একটি লেখার সারসংক্ষেপের ভাষান্তর এবং লেখকের অনুমতি নিয়ে ব্যবহৃত। | Nota dell'autore: Quanto segue è la traduzione di un post riassuntivo di Alvaro Berroteran [sp], blogger di Nicaragua y Su Blog - per sua gentile concessione. |
3 | গত ৯ই নভেম্বরের সাধারণ নির্বাচনের সময়ে মানাগুয়ার রাস্তাই একমাত্র জায়গা ছিল না যেখানে নিকারাগুয়ার দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকরা অবস্থান নিয়েছিল। তাদেরকে সরব উপস্থিতি সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক আর টুইটারেও পাওয়া যাচ্ছিল। | Le strade di Managua non erano certo l'unico luogo in cui, nel corso delle elezioni municipali tenutesi il 9 novembre, fosse possibile incontrare i sostenitori dei due principali partiti politici del Nicaragua: si trovano anche sui siti di social network come Facebook e Twitter. |
4 | কিছু ক্ষেত্রে তারা কার্যত মুখোমুখী হয়েছে, যেখানে লেখার শব্দ অপর দলের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে আর ব্লগাররাও এক্ষেত্রে পেছনে থাকেননি। | In alcuni casi ci sono stati confronti virtuali, dove spesso la parola scritta veniva usata come arma, e anche i blogger non si sono tirati indietro. |
5 | তবে আশার বিষয় অনলাইনে হয়েছে বলেই এসব সংঘর্ষের ফলে কোন হতাহতের দেখা পাওয়া যায়নি। | Comunque, perlomeno in queste piazze virtuali, gli scontri non hanno causato vittime né feriti. |
6 | কিছু ব্লগার মিউনিসিপাল নির্বাচনের ফলাফলের উপর তাদের মতামত জানিয়েছেন, যেমন ঈ আহোরা দে কু ভামোস আ হাব্লার? ব্লগ লিখেছে বিরোধী দলের পরাজয় নিয়ে: | Alcuni blogger hanno pubblicato proprie riflessioni sul risultato delle elezioni municipali, come l'autore di Y ahora ¿de qué vamos a hablar?, il quale interviene sulla sconfitta dell'opposizione [sp]: |
7 | অনেকের জন্য এটা বিষ্ময়কর ছিল যে সরকারী দল মিউনিসিপাল নির্বাচন জিতেছে দেশের অনেক জায়গার মেয়রের দায়িত্বের বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, যেখানে মোট ভোটের শতকরা ভাগ জাতীয় পর্যায়ে নির্বাচনে পাওয়া ভোটের থেকে অনেক বেশী। | Tra la sorpresa di parecchia gente, il partito di governo ha vinto le elezioni municipali, riuscendo così ad eleggere un gran numero di sindaci in tutto il Paese, registrando una percentuale assai più alta di quella ottenuta nelle ultime elezioni nazionali. |
8 | কিন্তু একটা বিষয় যা অনেক ব্লগে বারবার উঠে আসছিল হচ্ছে সরকারী দল এফএসএলএন কর্তৃক প্রতারণার অভিযোগ। | Tuttavia un tema ripreso da molti dei blog è stato l'accusa di brogli rivolta al partito al governo, FSLN [it]. |
9 | এটি যারা দাবী করে তেমন একটি ব্লগ হচ্ছে চেপে ভেলেজ যেটি লিখেছে: | Uno dei blog che propongono questa interpretazione è Chepe Velez, che scrive [sp]: |
10 | যে স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে তা প্রমান করে যে বিচারক রিভাজ সঠিক ছিলেন, যখন তিনি জাতীয় পর্যবেক্ষকদের জন্য সম্মতি দেননি। | La trasparenza con cui si sono svolte queste consultazioni ha dimostrato che il Giudice Rivas aveva ragione, quando ha rifiutato di fornire l'accreditamento necessario agli osservatori internazionali. |
11 | নিকারাগুয়ায় আমাদের আরো পর্যবেক্ষকদের প্রয়োজন নেই, আমরা নিজেরাই যথেষ্ট। | Abbiamo un numero di osservatori più che sufficiente in Nicaragua. |
12 | সারা দেশের বিভিন্ন কোনা থেকে নাগরিকরা অভিযোগ করে প্রথম আর শেষ নাম নিয়ে, কেউ কেউ হাতে ব্যালট নিয়ে। | Sono migliaia i cittadini che in ogni angolo del Paese denunciano irregolarità esponendosi con nome e cognome, alcuni coi voti alla mano. |
13 | প্রতারণার মাধ্যমে ড্যানিয়েল ওরতেগার প্রার্থীরা ক্ষমতায় যাওয়ার চাবিকাঠি স্থানীয় আসনগুলো পেয়েছে। | È grazie ai brogli che i candidati del partito di Daniel (Ortega) hanno conquistare le cariche locali. |
14 | তাদের চালাকির তালিকা লম্বা আর শুরু হয়েছে স্বাধীন নাগরিকদের পরিচয়পত্র দিতে মানা করার মাধ্যমে। আইডি বিতরণ করা হয়েছে ভোটের উপযোগী হবার চেয়ে কম বয়সীদের মধ্যে, যাদেরকে ‘দলের' সাথে সম্পৃক্ত করা হয়েছিল; একানায়কতন্ত্রের দলের সদস্যদের মিউনিসিপালে ভোট দান, ব্যালট বাতিল করা, কেন্দ্র তাড়াতাড়ি বন্ধ করে দেয়া, এমনকি লুকানো বা কার্যত ভোট কেন্দ্র খোলা। | La lista dei trucchi impiegati è lunga, e va dal mancato rilascio dei documenti di identità ai cittadini indipendenti, con redistribuzione degli stessi a minorenni legati al “partito”, a votazioni multiple dei militanti del partito del dittatore, all'annullamento dei voti, alla chiusura anticipata dei seggi e persino all'apertura di seggi clandestini o virtuali. |
15 | প্রতারণা পরিষ্কার ছিল আর আমরা সবাই তা দেখেছি। | I brogli sono evidenti, e abbiamo potuto constatarli tutti. |
16 | প্রতারণা সত্বেও ডানিয়ালিসমোর পরাজয় বিষ্ময়কর ছিল। | Nonostante tali brogli, comunque, si è evidenziata la sconfitta del Danielismo. |
17 | এতো কৌশল সত্তেও এটা পরিষ্কার ছিল যে অর্তেগা মুরিল্লোর একানায়কতন্ত্রের পরিবারকে জনগণ বাতিল করেছে। | Pur con tanti trucchetti, è stata respinta la dittatura della famiglia di Ortega Murillo. |
18 | আর এখন, লিওনেল ডেলগাডো নোটাস রিগোরোসাস ব্লগে লিখেছেন যে বেশীরভাগ প্রতিবেদন প্রচারণা রাজধানী ভিত্তিক: | Leonel Delgado di Notas Rigorosas segnala come l'attenzione dei media sia concentrata sulla capitale [sp]: |
19 | দেশের অর্ধেক জনসংখ্যা, কম বেশী মিউনিসিপাল নির্বাচন নিয়ে চিন্তিত করেনা, বাকি অর্ধেক সান্দিনিস্টাস আর লিবারেলদের মধ্যে বিভক্ত। | Circa la metà della popolazione si disinteressa delle elezioni municipali, mentre l'altra metà tende a votare per i sandinisti o i liberali. |
20 | আর একটা ব্লগ যে সুর মিলিয়েছে যে মিউনিসিপাল নির্বাচনে প্রতারণা হয়েছে হচ্ছে কন্ট্রা লা দিক্তাদুরা (একানায়কতন্ত্রের বিরুদ্ধে)। এই ব্লগ আর একটা ব্লগের উল্লেখ করেছেন যে আগে থেকে সম্ভাব্য প্রতারণার কথা বলেছিল আর লিখেছে যে নাগরিকদের বিদ্রোহ করা উচিত নাহলে তারা বিপদে পড়বে: | Un altro blog che sostiene l'ipotesi dei brogli alle elezioni comunali, Contra La Dictadura, cita il blog di un amico, che aveva già messo in guardia su eventuali irregolarità e sostiene che i cittadini devono ribellarsi, o saranno guai [sp]. |
21 | আমি নিশ্চিত যে পরবর্তী নির্বাচনে প্রতারণা হবে, আর নির্বাচনের ফলাফল ঘোষণার পরের মুহূর্তে চুক্তি ভঙ্গ হবে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত। | Sono sempre più convinto che le prossime elezioni saranno fraudolente, e che il momento della cancellazione del contratto sociale arriverà non appena saranno annunciati i risultati. |
22 | আমরা যদি প্রতারণার নিবাচনের ফলাফল কোন প্রতিবাদ ছাড়া মেনে নেই এই ভয়ে যে ডানিয়েল ওরতেগার সংসদীয় সত্বা হয়ে যারা কাজ করছে তারা আমাদেরকে আক্রমণ করবে, তাহলে আমাদের একনায়কতন্ত্রের জন্য প্রস্তুত থাকতে হবে। | Se accetteremo i risultati irregolari di queste consultazioni senza protestare, per timore dell'intervento delle forze paramilitari al servizio di Daniel Ortega, allora avremo una dittatura. |
23 | আর এখন যে ভীতি আমাদেরকে আক্রমণ করছে তার স্থলে পরবর্তী বছরে আমরা ভীত, চলৎশক্তিহীন হয়ে পড়ব, সাপের সামনে পাখীর মতো। | E al posto di questa paura che ora sembra prendere il sopravvento, nei prossimi anni resteremo attoniti, immobili, come un uccellino al cospetto di un serpente. |
24 | আক্রমণ থামানোর জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভীতি ও অন্ধকারাছন্ন একটা জীবন দেব। | Voler evitare ora qualche scontro, condannerà i nostri discendenti a un'esistenza misera e dominata dalla paura. |
25 | নির্বাচনের খবর দেয়ার জন্য ব্যবহার করা হয়েছিল হচ্ছে আর একটা টুইটার অ্যাপ্লিকেশন (যেটি উপরের ছবিতে দেখা যাচ্ছে), যেখানে কি ওয়ার্ডগুলো যেমন এফএসএলএন (সান্দিনিশ্তা দল), আলেক্সিস আরগুয়েলো (মানাগুয়ার মেয়র) আবীর্ভুত হয়েছিল ইগোরের সৃষ্টিতে। | Altro strumento utilizzato per seguire le elezioni è stata un'applicazione di Twitter (vedi foto sopra) [sp], appositamente creata da Igor, che include parole-chiave quali FSLN (il Partito Sandinista) e Alexis Arguello (sindaco di Managua). |