Sentence alignment for gv-ben-20100306-9779.xml (html) - gv-ita-20100308-16308.xml (html)

#benita
1পোল্যান্ড: অনলাইনের মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইPolonia: solidarietà e supporto online per combattere il cancro
2লেনকা পাঁচ বছরের এক হাসিখুশি শিশু এবং পাওলা এক ঘর সজ্জাকারী বিভাগের ছাত্রী (ইনটেরিওর ডিজাইনার), যে বিশ বছরে পা দিয়েছে।Lenka è un'allegra bambina di 5 anni, Paula ha poco più di 20 anni ed è una studentessa di design d'interni.
3আপনাদের হয়ত মনে হতে পারে এদের দুজনের মধ্য কোন মিল নেই, কিন্তু বাস্তবে উভয়ের মধ্যে একটি মিল রয়েছে, তা হল উভয়ের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে এবং তারা উভয়ে ক্যান্সারের বিরুদ্ধে কি ভাবে লড়ছে, ব্লগের মাধ্যমে সে কথা জানাচ্ছে।Impossibile pensare che abbiano qualcosa in comune, invece ce l'hanno. Sono entrambe affette da un cancro ed entrambe curano un blog in cui descrivono la loro lotta contro la malattia.
4ব্লগস্ফেয়ার বর্তমানে কি ভাবে বিবর্তিত হচ্ছে, ব্লগ তার এক সুন্দর উদাহরণ।Questi blog sono un ottimo esempio di come vada oggi evolvendo la blogosfera.
5তারা প্রমাণ করেছে যে, ব্লগ অনলাইনে কেবল দিনপঞ্জিকা লেখার কোন উপাদান নয়: এটাকে শক্তিশালী সামাজিক প্রচার মাধ্যমের এক যন্ত্র বানানো সম্ভব।Dimostrano che un blog non deve necessariamente essere solo un diario online: può diventare un potente strumento di consapevolezza sociale.
6পাওলাPaula [pol]
7তার প্রথম পোস্টে পাওলা সেই মুহূর্তের কথা বর্ণনা করেছেন, যখন তার শরীরে এই প্রাণঘাতী রোগের লক্ষণ দেখা দেয়:In uno dei suoi primi post Paula descrive il momento in cui le è stata diagnosticata una malattia potenzialmente mortale:
8আমার মনে হল কেউ যেন এক গরম তাওয়া দিয়ে আমার মুখে আঘাত করল।È stato come se qualcuno mi avesse schiaffeggiato con una padella
9এবং পরে সে লিখেছে যে, কি ভাবে সে উপলব্ধি করল রোগের লক্ষণ ধরা পড়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়:E come poi abbia capito che una diagnosi non significa necessariamente la fine:
10এটা একটা ঝলকানির মত; আশা এবং লড়াই করার ইচ্ছের এক ঝলকানি।È stata come una scintilla; una scintilla di speranza e volontà a combattere.
11কোন একটি বিষয় আমাকে বিশ্বাস প্রদান করেছে, যে শরীরে কোন অসুখ তৈরি হওয়া সত্বেও আমি লম্বা সময় বেঁচে থাকব এবং সে রোগ যত ভয়ঙ্কর হোক না কেন, আমার শরীর যে কোন রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে।Qualcosa che mi ha fatto credere che, nonostante quanto stava succedendo, potevo ancora vivere a lungo e il mio corpo poteva combattere qualsiasi malattia, non importa se mortale.
12পাওলাPaula oggi
13পাওলার শরীরে বাসা বাঁধা রোগটি খুব বিরল ধরনের এক ক্যান্সার এবং শরীরে এক শল্য চিকিৎসার পর তাকে বলা হয়, বর্তমানে বাজারে প্রচলিত এমন কোন ওষুধ নেই যা তার এই রোগের উপশম করতে পারে।Paula subito dopo l'operazione (maggio 2009) Si è poi scoperto che il cancro di Paula era molto raro e, subito dopo l'operazione, le è stato detto che la medicina convenzionale non poteva fare molto per aiutarla.
14“তোমার শরীরে রোগ (টিউমার) ছড়িয়ে পড়ছে এবং আমাদের জানা নেই কি ভাবে তা উপশম করা সম্ভব”। হাত-পা গুটিয়ে নিয়ে পোলান্ডের ডাক্তাররা এই কথাগুলো উচ্চারণ করেছিল।‘Il tuo tumore è maligno e non sappiamo come curarlo,' le hanno detto i medici polacchi.
15তবে, সৌভাগ্যক্রমে পাওলার বোন যুক্তরাষ্ট্রের বোস্টনে একটা ক্লিনিক খুঁজে পায়, যা এই ধরনের রোগের ক্ষেত্রে সফলভাবে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম।Fortunatamente, la sorella di Paula ha scoperto una clinica a Boston [in], che aveva curato con successo dei pazienti con lo stesso problema.
16পাওলা আমেরিকার এই হাসপাতালের সাথে যোগাযোগ করে এবং সাথে সাথে সে সেখান সাক্ষাৎ-এর এক আমন্ত্রণপত্র পায়।Paula ha contattato l'ospedale americano e poco dopo ha ricevuto un invito per una consultazione.
17সেখানকার ডাক্তাররা পাওলার চিকিৎসা করার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিল। কিন্তু এই চিকিৎসার ক্ষেত্রে এর ব্যয়ভার নির্বাহ করা ছিল একটি মাত্র সমস্যা, এটি ছিল ২৫০,০০০ ডলারের এক বিশাল খরচের ধাক্কা।I dottori erano felici di iniziare la cura, l'unico problema erano i costi, la sbalorditiva cifra di 250.000 dollari.
18কিন্তু পাওলা হাল ছেড়ে দেয়নি।Ma Paula non si è arresa neanche stavolta.
19সে তার ব্লগ-এর মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন জানায়।Ha usato il blog per chiedere aiuti economici.
20তার পাঠকদের মহানুভবতাকে ধন্যবাদ এবং অন্য ব্লগাররা পাওলার ওয়েবসাইটের সাথে নিজেদের সাইটকে যুক্ত করে। শীঘ্রই যথেষ্ট টাকা পরিমাণ টাকা সঞ্চিত হয় এবং গত বছরের আগস্ট মাসে পাওলা এক নতুন শল্য চিকিৎসার (অপারেশন) জন্য পাওলা যুক্তরাষ্ট্রে যেতে সক্ষম হয়।Grazie alla generosità dei lettori e degli altri blogger che ne hanno linkato il sito, i soldi sono stati raccolti in poco tempo e ad agosto dello scorso anno Paula è volata negli Stati Uniti per sottoporsi ad un'operazione.
21এখনো তার শরীরের ফুসফুসে অনেক ঘা (টিউমার) রয়েছে এবং তার আরো চিকিৎসার প্রয়োজন, কিন্তু সে এখনো ইতিবাচক মানসিকতা বজায় রেখেছে এবং আশার দৃষ্টিতে ভবিষ্যৎ-এর দিকে তাকিয়ে রয়েছে।Ad oggi ha ancora parecchi tumori nei suoi polmoni e ha bisogno di altre cure, ma rimane positiva e guarda con ottimismo al futuro.
22নিউজউইক পত্রিকার পোলিশ সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, সে কি এখনো ভীত।In un'intervista per la versione polacca di Newsweek [pol] le è stato chiesto se fosse ancora spaventata.
23তার জবাবে সে বলে:Ha risposto così:
24হ্যাঁ আমি এখনো মাঝে মাঝে শঙ্কিত, কিন্তু যখনই আমি ভয় পাই, তখনই আমি ভাবি, যে সময় আমি বোস্টনে এসে হাজির হয়েছিলাম সে সময়কার কথা, সে সময় আমার বন্ধুরা সবাই বিমানবন্দরে এসে হাজির হয়েছিল।Sì, ma quando ho paura penso al mio ritorno da Boston. Gli amici lì ad aspettarmi all'aeroporto.
25তারা সবাই আমাকে দেখে আনন্দিত হয়েছিল, লাফ দিচ্ছিল এবং আমার প্রতি হাত নাড়াচ্ছিল।Sono tutti felici, saltano su e giù, si sbracciano.
26সবকিছু যে ঠিক মত চলছে, এটা ছিল তার লক্ষণ।È il segno che tutto è andato bene.
27আমি সিন্ধান্ত নিলাম যে আমি বেঁচে থাকব এবং আমি বেঁচে রয়েছি।Ho deciso che vivrò e così farò.
28লেনকাLenka [pol]
29পাওলা কখনোই হয়তো ব্লগ লিখতে শুরু করত না, যদি না ছোট্ট লেনকা এই কাজটি করত এবং সেই শিশুটির হয়ে তার বাবামা একটি ব্লগ লিখত, যা পাওলাকে ক্যান্সার বিষয়ে লিখতে উৎসাহী করে তোলে।Paula non avrebbe mai iniziato il suo blog se non fosse stato per la piccola Lenka e il blog scritto dai suoi genitori, che l'hanno ispirata a scrivere sul cancro.
30গত বছরের এপ্রিল মাসে লেনকা চতুর্থ জন্মদিনে তার শরীরে লিউকেমিয়া নামক ক্যান্সার ধরা পড়ে।A Lenka è stata diagnosticata la leucemia lo scorso aprile, poco dopo il suo quarto compleanno.
31তার মাতাপিতা এনিয়া এবং এন্ডি তখন এক ব্লগ লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের বন্ধু এবং পরিবারের লোকজনকে লেনকার অবস্থা সম্বন্ধে জানতে পারবে।Ania ed Andy, i genitori, hanno deciso di avviare un blog dove tengono aggiornati gli amici e la famiglia sulle condizioni di Lenka.
32তারা শীঘ্রই আবিষ্কার করল, লেখা, ভেতরের কষ্টকে বের করে দেওয়ার একটি উপায়।Presto si sono resi conto che scrivere è una forma di catarsi.
33লেনকার ব্লগের অনেক পাঠক রয়েছে যারা এই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছে, এই ছোট্ট মেয়েটি ও তার বাবামাকে স্বস্তি ও সমর্থন প্রদান করা জন্য:Il blog di Lenka ha molti lettori, che commentano i post per confortare e sostenere sia la bambina che i genitori:
34চলুন আমরা আমাদের হাত প্রসারিত করি।Teniamo le dita incrociate.
35লেনাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে।Lena deve stare meglio.
36সে অবশ্যই সুস্থ হবে!!!!Deve!!!!
37এর কোন বিকল্প নেই, এবং তোমরা, তার পিতামাতা, নিজেদেরকে দৃঢ় রাখ।Non c'è altra scelta, e voi, i suoi genitori, continuate ad essere forti.
38তোমরা একটি অসাধারণ পরিবার!!Siete una grande famiglia!!
39আমি আশা করি এই ছোট্ট মেয়েটার জন্য শীঘ্রই সূর্য কিরণ প্রদান করবে এবং তোমাদের জন্য… সবসময় স্মরণ রেখ, আশা রাখতে হবে এবং বিশ্বাস বজায় রাখতে হবে… সে দেখতে একটা ছোট্ট পরীর মত মেয়ে।Spero che presto il sole splenda per questa bambina e per voi… Ricordate di avere sempre fede e speranza… Sembra un angioletto. Spero che tornerà sana.
40আমি তার জন্য প্রার্থনা করব, হাত প্রসারিত করব।La ricorderò nelle mie preghiere. Dita incrociate.
41ব্লগে এ সব মন্তব্য এসেছে, তার পিতামাতা বলছে, এই সব মন্তব্য তাদের সামনে এগিয়ে যেতে এবং লেখার অনুপ্রেরণা জোগাতে থাকবে।Sono proprio i commenti, spiegano i genitori, a mandarli avanti e spingerli a continuare a scrivere.
42সম্প্রতি লেনকার অবস্থার সামান্য উন্নতি ঘটে এবং সে সুন্দর আবহাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ তার বাবামা অনেকদিন ধরে প্রতিশ্রুতি দিয়েছে, সুন্দর আবহাওয়ায় তারা তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে।Recentemente la condizione di Lenka è leggermente migliorata e quando farà un po' più caldo i genitori potranno portarla fuori per prendere quel gelato promesso da tempo.
43লেনকা এবং পাওলার ব্লগ ২০০৯ সালের সেরা ব্লগ (ব্লগ অফ দি ইয়ার) প্রতিযোগিতার জন্য মনোনীত হয় এবং এর জন্য পাঠকদের ভোট প্রদানকে ধন্যবাদ, যাদের কারণে উভয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় পৌঁছেছে।Entrambi i blog di Lenka e Paula sono stati inseriti nella competizione Blog of The Year [pol] del 2009 e, grazie ai voti dei lettori hanno entrambi raggiunto la fase finale. --------
44- যদি আপনি পাওলা অথবা লেনকাকে সমর্থন করতে চান, তাহলে তাদের ব্লগে প্রবেশ করুন: ডাব্লিডাব্লিডাব্লিউ. পাওলাপুরুস্কা.Per saperne di più o dare una mano a Paula o Lenka, questi i rispettivi blog:
45ব্লগস্পট. কম(www.paulapruska.blogspot.com) ডাব্লিডাব্লিডাব্লি.www.paulapruska.blogspot.com
46ডিলালেনকাহ.
47ব্লগস্পট. কম(www.dlalenki.blogspot.com)www.dlalenki.blogspot.com