# | ben | ita |
---|
1 | তাইওয়ানের #কংগ্রেসদখল প্রতিবাদ কর্মসূচীর অনুবাদ প্রচেষ্টা | |
2 | ব্ল্যাক-বক্স ক্রস-স্ট্রেইট বাণিজ্য চুক্তির বিপক্ষে। CSSTAtranslategroup থেকে প্রতিবাদ আইকন। | Taiwan: progetto di traduzioni multilingua sostiene le proteste in corso |
3 | তাইওয়ানে প্রতিবাদকারীরা গত ১৮ মার্চ তারিখে দেশটির পার্লামেন্ট দখল করে ইতিহাস সৃষ্টি করেছে। কেননা ক্ষমতাসীন দল চীনের সাথে বিতর্কিত ক্রস-স্ট্রেইট সার্ভিস বাণিজ্য চুক্তির (সিএসএসটিএ) প্রতিটি অনুচ্ছেদের কোন প্রতিশ্রুতিবদ্ধ পর্যালোচনা ছাড়াই তা সংসদে পাস করেছে। | Poiché il governo taiwanese ha approvato [it] gli Accordi commerciali fra la Cina continentale e Taiwan [en] (acronimo inglese CCSTA) senza esaminare tutte le clausole del testo, la popolazione dell'isola ha mostrato la sua indignazione la sera del 18 marzo, attraverso una protesta popolare di fronte all'organo legislativo del paese. |
4 | তাই তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ জানাচ্ছে। | E' la prima volta nella storia del popolo taiwanese. |
5 | বিভিন্ন গ্রুপ এই প্রতিবাদকারীদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। | Immagine contro l'Accordo commerciale CCSTA. Icona di protesta dal gruppo CSSTAtranslategroup. |
6 | কয়েকশত অনুবাদক ফেসবুক গ্রুপ #সিএসএসটিএট্রান্সলেটগ্রুপের মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করেছে। | Per supportare le proteste molti traduttori volontari si sono organizzati in piccoli team tramite il gruppo CSSTAtranslategroup [zh] su Facebook. |
7 | তারা এই প্রতিবাদ কর্মসূচীর বিভিন্ন ঘটনা অনুবাদ করতে নিজেরা সংগঠিত হয়েছে। | |
8 | গ্রুপটি তাদের করণীয় কাজগুলো নিচে বর্ণনা করেছেঃ | Nella descrizione, il gruppo presenta i suoi obiettivi in questo modo: |
9 | ১. স্বল্প-মেয়াদী উদ্দেশ্যঃ আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং সরকারি বিভাগ সমূহে বিভিন্ন ভাষায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিগুলো অনুবাদ করে বিলি করা। ২. মধ্য-মেয়াদী উদ্দেশ্যঃ চীনা এবং তাইওয়ান সরকারের মধ্যকার পরবর্তী পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। | 1. Obiettivo a breve termine: provvedere a traduzioni in più lingue per i media e i governi internazionali; 2. Obiettivo a medio termine: continuare a controllare gli sviluppi tra il governo della Repubblica Popolare Cinese e quello di Taiwan, e continuare a tradurre le notizie in inglese e in altre lingue. |
10 | এই চুক্তি নিয়ে ইংরেজী এবং অন্যান্য ভাষায় যেসব খবর আগামীতে প্রকাশিত হবে, সেগুলো অনুবাদ করা। ‘তাইওয়ান, বিক্রয়যোগ্য নয়' এই ব্লগটিতে অনুবাদিত কলামগুলো প্রকাশ করা হবে। | Le traduzioni vengono pubblicate sul blog “Taiwan, not for sale” in diverse lingue, tra le quali al momento ci sono cinese [zh], inglese [en] e tedesco [de], oltre a un riassunto in danese [da]. |
11 | সংবাদ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ লিখিত রূপ এখন চীনা, ইংরেজী এবং জার্মান ভাষায় পাওয়া যাচ্ছে। সেখানে সংক্ষেপে একটি ডেনিশ ভাষার সংস্করণও আছে। | Inoltre, per informare gli altri paesi sulla situazione attuale delle proteste a Taiwan, gli utenti di Facebook stanno condividendo messaggi riguardanti l'occupazione del palazzo in diverse lingue. |
12 | এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে সক্রিয় কর্মী ও শিক্ষার্থী ইয়েহ জিয়ুন তিং তাঁর ফেসবুক প্রোফাইলে নিচের বার্তাটিকে ৩১ টি ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করেছেনঃ | |
13 | তাইওয়ানের নাগরিকেরা এখন আইন পরিষদ ইউয়ান (পার্লামেন্ট) দখল করেছে। | |
14 | তারা অযৌক্তিক ক্রস-স্ট্রেইট সার্ভিস বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমনটি করছে। | Lo status su Facebook di Yeh Jiunn Tyng, studentessa ed attivista, ha già superato gli 8.000 mi piace e le 13.500 condivisioni: |
15 | পার্লামেন্টের বাইরে পুলিশ জড়ো হয়েছে এবং প্রতিবাদকারীদেরকে সেখান থেকে সরানোর প্রস্তুতি নিয়েছে। | I cittadini di Taiwan stanno occupando in questo momento lo Yuan Legislativo, opponendosi all'ingiustizia dell'accordo commerciale tra i due paesi, e la polizia si sta preparando a disperdere i manifestanti. |
16 | তাইওয়ানের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত কঠিন একটি মুহুর্ত। | Questo è un momento importante per il futuro e la democrazia di Taiwan, abbiamo bisogno dell'attenzione mondiale. |
17 | আমরা সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। | Per favore condividete la notizia con tutti quelli che conoscete. |
18 | আপনার পরিচিত সবার সাথে দয়া করে এই খবরটি শেয়ার করুন। | Che il cielo aiuti Taiwan. |
19 | এই খবরটিকে অনুগ্রহ করে অন্যান্য ভাষায় অনুবাদ করুন। | Per adesso, il messaggio è stato tradotto in più di 30 lingue. Proofreading: Fen |
20 | (অনুগ্রহ করে এই পোস্টের মন্তব্যের স্থানে অনুবাদটি পোস্ট করুন, আমি এটিকে যোগ করে দেবো।) তাইওয়ানকে সৃষ্টিকর্তা রক্ষা করুন। | |
21 | তাঁর পোস্টটিতে ৯ হাজার জনেরও বেশি লোক পছন্দ করেছেন এবং ১৫ হাজার জনেরও বেশি লোক শেয়ার করেছেন। | |