# | ben | ita |
---|
1 | কেনিয়া: প্রচার মাধ্যম যোগাযোগ বিলের প্রতিবাদ করেছে | Kenya: proteste e retroscena del confronto tra media e governo |
2 | ডিসেম্বরের ১২ তারিখে কেনিয়ার ৪৫ তম স্বাধীনতা দিবস উদযাপন কালে, মিডিয়া সরকারকে ব্যস্ত রেখেছিল কেনিয়ার যোগাযোগ সংক্রান্ত সংশোধিত বিল নিয়ে প্রতিবাদ আর রাস্তায় বিক্ষোভের খবর প্রচার করে। এই আইন পাশ হলে সরকার অধিকার পাবে ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ রাখতে। | Nel corso dei festeggiamenti per il 45° anniversario dell'indipendenza del Kenya, il 12 dicembre scorso, i media hanno ingaggiato un confronto con il governo manifestando nelle strade contro il Kenya Communication Amendment Bill [in] - un disegno di legge che, se approvato, darà al parlamento ampi poteri per regolamentare i mezzi di comunicazione elettronici in termini di contenuti. |
3 | যদিও এই ধরণের নিয়ন্ত্রন অন্যান্য দেশে আছে, কেনিয়ার প্রচার মাধ্যমগুলো এই বিলের ব্যাপারে বিক্ষোভ করেছে আর সরকার মিডিয়াকে দোষারোপ করেছে পুজিবাদী স্বার্থ সংরক্ষনের দায়ে আর এই আইন প্রনয়ণের আগে গতানুগতিক সংস্লিষ্টদের সাথে শলা পরামর্শের নিয়মকে এড়ানোর জন্য। | Benché analoghe disposizioni siano in vigore in altri Paesi, i media kenioti hanno manifestato aperto dissenso e il governo li ha accusati di seguire gli interessi capitalistici invece di utilizzare i tradizionali canali consultivi. |
4 | কয়েক দিন ধরে দোষারোপ আর পালটা দোষারোপ চলছে, আর কেনিয়ার ব্লগগুলো তাদের মনোভাব তুলে ধরেছে, যেটা ঠিকমত প্রধান ধারার প্রচার মাধ্যমে আসে নি। | Per giorni sono volate accuse e controaccuse, e i blog keniani hanno espresso posizioni alternative che non hanno trovato adeguata risonanza nei media tradizionali. |
5 | স্বাধীনতা দিবসে নাইরোবীর লাঙ্গাতা পুলিশ ফাঁড়িতে গ্রেফতারকৃত প্রতিবাদকারীদের দেখা যাচ্ছে যাদের আটক করা হয়েছে টিশার্টে প্রচার মাধ্যমের স্বাধীনতা চেয়ে স্লোগান থাকার কারনে এবং এমপিদের ট্যাক্স দেয়ার আহ্বান করার কারনে (ছবি তুলেছে মেন্টাল এক্রোবাটিকস) | Attivisti arrestati nella stazione di polizia di Langata, a Nairobi, in occasione del Kenyan Independence Day 2008 perché indossavano magliette con scritte a difesa della libertà di stampa e con inviti ai parlamentari a pagare le tasse. (Foto di mentalacrobatics) |
6 | সুকুমা কেনিয়া সেইসব সাংবাদিক আর জনগণের গ্রেপ্তারের কথা লিখেছেন যারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল বা গন্ডোগলে পড়ে গিয়েছিল: | Sukuma Kenya ha raccontato [in] l'arresto di giornalisti e manifestanti che hanno preso parte alle proteste o che sono rimasti coinvolti nel caos del momento: |
7 | কিস এফএমের ক্যারোলিন মুতোকো আর মার্স গ্রুপ কেনিয়ার মুয়ালিমু মাটি অন্যান্যদের মধ্যে আজকে সকালে গ্রেপ্তার হয়েছেন নাইরোবির নিয়ায়ো জাতীয় স্টেডিয়াম থেকে। | Caroline Mutoko di Kiss FM [in] e Mwalimu Mati di Mars Group Kenya [in] sono fra le persone arrestate al Nyayo National Stadium stamattina. |
8 | এদের দুইজনকে লাঙ্গাতা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। | Entrambe sono state portate alla stazione di polizia di Langata. |
9 | দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িগুলোতে আরো ৬০ জন কেনিয়ানকে ঢোকানো হয়েছে গাদাগাদি করে আর মনে হচ্ছে পরিকল্পনা করা হয়েছে গ্রেপ্তারকৃতদের শহরের বিভিন্ন পুলিশ স্টেশনে ভাগ করে দেয়া হবে। | Altri 60 kenioti sono stati riuniti e fatti salire nei veicoli della polizia e pare che verranno ripartiti nelle diverse stazioni di polizia della città. |
10 | এই ৬২ জন কেনিয়ান এক বিশাল দলের অংশ যারা নিয়ায়ো জাতীয় স্টেডিয়ামে গিয়েছিল স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমরা জামহুরি দিবস সেখানে পালন করছি আর এই ক্ষেত্রটা ব্যবহার করছি আমাদের নেতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যাতে কেনিয়ার নাগরিকদের কষ্টের কথা শোনা যায়। | I 62 fanno parte di un gruppo più ampio di persone convenute al Nyayo National Stadium per festeggiare il Jamhuri Day [giorno dell'indipendenza], che hanno usato l'evento per rilanciare pubblicamente ai nostri leader le rimostranze della popolazione keniota. |
11 | তারা সবাই “এমপিদের জন্য কোন কর না থাকলে আমাদের জন্যেও কোন কর থাকবে না” স্লোগান লেখা কালো রঙ্গের গেঞ্জী পরে ছিল যেটা এই প্রচারের অংশ। এমপিদের কর না দেয়ার প্রতিবাদে গঠিত এই প্রতিবাদী দল সচেতন কেনিয়াবাসী আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত। | Tutti indossavano magliette nere con la scritta “No Tax for MPs, No Tax for Us” [in] [niente tasse per i parlamentari, niente tasse per noi], slogan che rispecchia parte della campagna in corso, che vede la partecipazione della gente e degli studenti universitari, per protestare contro il rifiuto dei parlamentari a pagare le tasse. |
12 | কেনিয়ান পন্ডিত সুকুমা কেনিয়াকে উদ্ধৃত করে প্রতিবাদীদের গ্রেপ্তার নিয়ে বেশ কিছু আপডেট দিয়েছেন যেমন এটা: | Citando lo stesso Sukuma Kenya, Kenyan Pundit ha poi pubblicato diversi aggiornamenti [in] sugli arresti eseguiti nel corso della manifestazione, incluso quanto segue: |
13 | গারিসায় চারজন সহকর্মী আটক আছেন শুধুমাত্র প্রাদেশিক কমিশনারকে একটা স্মারকলিপি দিতে চাওয়ার অপরাধে। | Quattro colleghi di Garissa sono tuttora detenuti semplicemente per aver cercato di presentare un comunicato al Provincial Commissioner [Presidente della Provincia]. |
14 | কুমেকুচা মনে করে যে আইন প্রনেতারা প্রচার মাধ্যমকে একটা ‘শিক্ষা' দিচ্ছে সেই খবর ফাঁস করে দেয়ার জন্যে যে এমপিদের কাছ থেকে কর চাওয়া হবে এমন একটা সংসদের বিলের বিপক্ষে এমপিরা ভোট দেবেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন: | Kumekucha ritiene [in] che i parlamentari vogliano “dare una lezione” ai media che ne hanno smascherato la decisione di votare contro una mozione che ne chiedeva la tassazione: |
15 | দশম সংসদ প্রচার মাধ্যমের বিরুদ্ধে মিষ্টি শিতল একটা প্রতিশোধ নিয়েছে যা কেনিয়ার যোগাযোগ (সংশোধিত) বিল দিয়ে জারক দেয়া। | Il decimo Parlamento ha servito ai media una vendetta agrodolce marinata nel disegno di legge Kenya Communication (Amendment) Bill. |
16 | আর কেনিয়ার প্রচার মাধ্যম নিশ্চয় বুঝেছে যে এরকম প্রতিক্রিয়া হবে বিশেষ করে এমপিদের লোভ আর বেতনে কর বসানোর বিরুদ্ধে বিরোধীতাকে প্রকাশ ধরার পরে। | E i media locali dovevano aspettarselo, dopo i pepati commenti sull'ingordigia e l'opposizione dei parlamentari a vedersi imporre ritenute fiscali sui loro stipendi. |
17 | কেনিয়ার রাজনীতি আর জীবনের ধরণে স্বাগতম যেখানে জাতীয় ভালো ততদূর পর্যন্ত যায় যতোদূর ব্যক্তিগত লাভ হয়। | Benvenuti nel mondo della politica e della filosofia di vita keniane, dove il bene della nazione si ferma davanti agli interessi personali. |
18 | দ্যা এক্সপোজার ভাবছে যে আলোচনা সমাপ্ত হওয়ার আগে এই বিলকে কেন সংসদে তাড়াতাড়ি আনা হলো: | The-xposer si chiede [in] come mai il disegno di legge sia stato presentato in tutta fretta in Parlamento prima del termine delle consultazioni: |
19 | এখন এটা পরিষ্কার কেন কেনিয়ার আইন প্রয়োগকারীরা ঠিকমত বিশ্লেষন না করে তাড়াতাড়ি মিডিয়া বিলকে পাশ করার জন্য সচেষ্ট হয়েছে… এই জাতীর কাজের ধরণ যদি প্রতিশোধ হয়, তাহলে মানবিক নীতির কি হবে? | Ora è chiaro perché i legislatori kenioti si sono precipitati a far passare il disegno di Legge sulle Comunicazioni senza adeguate valutazioni… Se la vendetta diventasse il codice operativo di questa nazione, cosa ne sarà della moralità? |
20 | কত বিল প্রতিশোধের কারনে পাশ করা হয়েছে??? | Quanti disegni di legge sono passati in base a tali vendette??? |
21 | কেনিয়ান অন্ত্রপ্রেনর সাম্প্রতিক সমস্যাকে দেখিয়েছে জোট সরকারের তরফ থেকে খারাপ নেতৃত্বের নিদর্শন হিসাবে। এই জোট বছরের প্রথমে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ফলে ক্ষমতায় এসেছে: | Kenyan Entrepreneur considera [in] l'attuale problema il sintomo di una leadership debole all'interno del governo di coalizione salito al potere dopo le violenze post-elettorali di quest'anno: |
22 | আমি আগেও বলেছি যে কিবাকির উচিৎ একনায়কের মতো শাসন করা, কিন্ত তার মানে প্রেসের স্বাধীনতা কমানো না, যার উপর জনগণ ভরসা করতে শিখেছে। | Ho già detto che Kibaki dovrebbe governare come un dittatore ma ciò non significa limitare la libertà di stampa su cui oggi il Paese fa affidamento. |
23 | আমি বলতে চাচ্ছি যে ওনার উচিত গোড়ার পরিবর্তনগুলো জোর দিয়ে করা (সংসদের একমতের জন্য বসে না থেকে)- কিন্তু পরিবর্তন যা দেশের উপর দীর্ঘ মেয়াদে ভালো ফল রাখবে। | Intendevo dire che dovrebbe imporre i cambiamenti fondamentali di cui il Paese ha bisogno (senza cercare un'intesa parlamentare), quei cambiamenti che incidono POSITIVAMENTE sul Paese nel lungo termine. |
24 | এমন জিনিষ যেমন কেআরএ কে জোর করা এমপিদের বেতনের উপরে কর বসানো আর এমপিদের আপনার বিরুদ্ধে যেতে উদ্বুদ্ধ করা বা যেসব মানুষ রাস্তায় প্রস্রাব করে, ময়লা ফেলে বা থুথু ফেলে তাদেরকে গ্রেপ্তার করা ইত্যাদি ইত্যাদি… তাহলে এটা একনায়কতন্ত্র হবে, হ্যা, কিন্তু দীর্ঘ মেয়াদে, এটা দেশের জন্য ভালো হবে। | Interventi come obbligare il KRA [l'ente statale preposto alla raccolta delle entrate tributarie in Kenya] a imporre prelievi fiscali agli stipendi dei parlamentari sfidandoli a prendere posizioni contro tale iniziativa, o arrestare chi usa le strade come un vespasiano, chi sputa o vi butta rifiuti, ecc. … Sì, certo, sarebbe un approccio dittatoriale ma alla lunga si rivelerebbe benefico per il Paese. |
25 | এটাই লি কুয়ান ইউ মডেল: জোরালো, ধণাত্মক, পরিবর্তন। | È il modello Lee Kuan Yew [it]: imposto, positivo, riformatore. |
26 | কুমেকুচা এই বিল আসলে কি অর্জন করতে চায় সে ব্যাপারে আরো জানিয়েছেন: | Kumekucha mette a fuoco [in] le reali finalità del disegno di legge: |
27 | মিডিয়া হাউজে পুলিশের রেইড আইনানুগ করা রাজনৈতিক ব্যাভিচারের চারায় পানি দেয়ার সমান যেখানে সরকার ভাব ধরবে সংসদে নিজের উপর পুলিশী আচরন করতে। | Legalizzare le incursioni della polizia nelle sedi dei mezzi di informazione equivale a far crescere il seme dell'incesto politico, con il governo che finge di vigilare su sé stesso in parlamento. |
28 | রাজনীতিবিদরা হিংসাপরায়ন হয়ে যে বিছানা করেছে সেখানে শোয়ার অভ্যাস তাদের করতে হবে নীচের সব কাঁটা উচু থাকা অবস্থায়। | I politici hanno ben considerato i propri interessi e ora siedono su una poltrona irta di spine. |
29 | মিডিয়াকে দায়িত্বশীল রাখার জন্য পৃথিবীব্যাপী স্বনিয়ন্ত্রণ স্বাধীন মধ্যস্ততাকারীর মাধ্যমে হয়ে থাকে, কিন্তু কেনিয়াতে তা না। | L'autoregolamentazione con giudici indipendenti è la buona prassi adottata in tutto il mondo per responsabilizzare i media, ma non in Kenya. |
30 | সব কিছু বলা আর করার পরে, কেনিয়া ইমাজিনের ক্যাপ্টেন কলিন্স ওয়ান্দেরা মুনিয়িরি মিডিয়াকে দোষ দিয়েছেন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায়: | Il cap. Collins Wanderi Munyiri su Kenya Imagine accusa i media [in] di non aver intrapreso le iniziative necessarie: |
31 | কিন্তু মিডিয়া কি পুরোপুরি দোষমুক্ত? | Ma i media sono davvero senza colpe? |
32 | এরা সেপ্টেম্বর ২০০৭ সালে উৎসব করেছে যখন মাননীয় ‘মুতাহি কাগোয়ে' তখনকার তথ্য ও যোগাযোগ মন্ত্রী, একই বিল সংসদ থেকে তুলে নেন আরো আলোচনার কথা বলে, আর সাইবার অপরাধ নিয়ন্ত্রনের জন্য আরো কথা যুক্ত করার প্রযোজনীয়তার কথা বলে আর তার সাথে অপ্টিকাল ফাইবার কেবলকে নিরাপত্তা দিতে। | Hanno esultato quando, nel settembre 2007, Mutahi Kagwe, all'epoca ministro dell'Informazione e delle Telecomunicazioni, ritirò lo stesso disegno di legge presentato in parlamento, giustificandolo con l'esigenza di ulteriori consultazioni e la necessità di inserire clausole specifiche sulla criminalità informatica e altre a tutela delle comunicazioni a fibre ottiche. |
33 | এই বিলের ব্যাপারে আমার মন্তব্য বিজনেস ডেইলিতে সেপ্টেম্বর ২০০৭ এ প্রকাশিত হয়েছিল। | Il mio commento a questo disegno di legge è stato pubblicato dal Business Daily del 4 settembre 2007. |
34 | বিলটা তুলে নেওয়ার ফলে সুযোগের যে জানালা খুলেছিল এর দুর্বলতাকে তুলে ধরার জন্য আর অপমানজনক কথা সরিয়ে ফেলার জন্য, তার উপর জোর না দিয়ে মিডিয়া রাজনৈতিক পাশের সব খেলায় মনোযোগ দিয়েছিল। | Invece di sfruttare il momento come occasione per evidenziare le proprie debolezze e fare pressione per la rimozione delle clausole inopportune, i media si sono concentrati sugli aspetti politici collaterali. |
35 | বহু বছর ধরে, পূর্ব আফ্রিকার সাংবাদিকরা স্বনিয়ন্ত্রণের কোন কার্যকর পন্থা কায়েম করতে ব্যর্থ হয়েছেন। | Nel corso degli anni i giornalisti dell'Africa Orientale non sono riusciti a stabilire un meccanismo di autoregolamentazione. |
36 | ফলাফল দুর্যোগপূর্ণ হয়েছে। | I risultati sono stati catastrofici. |
37 | কেনিয়াতে কিছু সাংবাদিক রাজনীতিবিদদের দেবতা তুল্য করে ফেলেছে পক্ষপাতপূর্ণ লেখার মাধ্যমে। | In Kenya, dei giornalisti indomiti hanno elevato i politici al livello di semi-dei con una copertura mediatica tendenziosa. |
38 | অবশ্যই রাজনৈতিক লেখা ইলেক্ট্রনিক আর ছাপা মিডিয়ার সম্পাদকীয়তে বেশীরভাগ স্থান দখল করে। | Effettivamente la politica occupa gran parte dello spazio editoriale nei media elettronici e nella carta stampata. |
39 | মিডিয়াতে আমার বন্ধুরা খোলাখুলি স্বীকার করে যে বিশিষ্ট রাজনীতিবিদরা মিডিয়াকে সাথে নিয়ে ঘোরে কারন তারা মুক্তহস্তে টিপস দেয় (পড়ুন ঘুষ) সাংবাদিকদের ভালো প্রতিবেদনের জন্য। | I miei amici giornalisti ammettono apertamente che i politici influenti hanno sempre avuto la stampa ai loro piedi grazie alle generose mance (leggasi bustarelle) elargite ai reporter che pubblicano articoli favorevoli. |
40 | এটা কি কোন বিস্ময় তাহলে যে পূর্ব আফ্রিকার যে কোন মিডিয়া হাউস ধারাবাহিকভাবে যেসব কর্মকতা আর ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বাঁচিয়ে রাখে তাদেরকে অবজ্ঞা করে? | Perché sorprendersi dunque se tutti gli editori dell'Africa Orientale ignorano regolarmente imprenditori e aziende che li sostengono con la pubblicità? |
41 | এই লেখা মিডিয়াকে আরো দোষারোপ করেছে আইন প্রয়োগকারীরা যে চরিত্র এখন দেখাচ্ছে তাদেরকে লালন করার জন্য: | Il post prosegue accusando i media di alimentare le attuali messe in scena dei parlamentari: |
42 | পুর্ব আফ্রিকার মিডিয়া রাজনীতিকে যে গুরুত্ব দেয় তার থেকেই এমপিদের মধ্যে তুলনাতীত ঔদ্ধত্য সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে অজেয়তার ভাব এনে দিয়েছে। | È l'importanza accordata ai politici dai media dell'Africa Orientale che ne ha nutrito la smisurata arroganza, inducendoli a pensare di essere invincibili. |
43 | এমপি, যারা প্রায় সাংবাদিকদের ঘুষ দেন, বিশ্বাস করেন তারা তাদের আর অন্য যে কারো উপর খারাপ ব্যবহার করতে পারে। | I parlamentari, che spesso pagano i reporter, ritengono di poterli calpestare a piacimento e come loro tutti gli altri. |
44 | আমি জানি রাজনীতিবিদরা সাংবাদিকদের টাকা দেয় ভালো প্রতিবেদনের জন্য আর পুরো কেনিয়ার মিডিয়া হাউসের কয়েকজন সাংবাদিকের নাম আমার কাছে আছে, কেউ কেউ এটা লুকায় ও না, বরং গর্ব করে বলে। | So che i politici pagano i giornalisti in cambio di articoli favorevoli e ho i nomi di diversi reporter dei mezzi di informazione in tutto il Kenya; alcuni non lo nascondono nemmeno, anzi se ne vantano. |