# | ben | ita |
---|
1 | জাপানে স্মরণকালের সবচেয়ে বড় মাপের ভূমিকম্প | Giappone: terremoto devasta il Paese, subito online risorse e consigli per sopravvivere |
2 | এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Foto del terremoto dell'11 marzo, caricata da @mitsu_1024 @mitsu_1024 (via wikitree.co.kr) |
3 | জাপানে ভূমিকম্পের ছবি @মিটসু_১০২৪ এর সৌজন্যে ১১ই মার্চ ২০১১ শুক্রবার জাপানের স্থানীয় সময় ২:৪৬:২৩ এ ৮. | Venerdì 11 marzo 2011, alle 2:46:23 p.m. (ora locale) un terremoto di magnitudine 8.9 ha devastato il Giappone. |
4 | ৯ মাপের একটি ভূমিকম্প আঘাত হানে যা দেশটির স্মরণকালে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প। | Si tratta del sisma più grande che abbia mai colpito il Paese da quando si ha traccia del fenomeno. |
5 | এখানে রয়েছে কয়েকটি অনলাইন টুল যা ব্যবহার করে লোকেরা তাদের পরিচিত বা আত্মীয় স্বজনের খোজ নিচ্ছে: | Ecco alcune piattaforme online cui la gente che cerca di mettersi in contatto con i propri cari sta facendo ricorso: |
6 | জাপানের টুইটার জগৎে #sendai (সেন্দাই) and #jishin (জিনশিন) নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। | Gli hashtag per seguire gli aggiornamenti della twittersfera giapponese sul sisma sono #sendai e #jishin. |
7 | #prayforjapan (জাপানের জন্যে প্রার্থনা কর) ব্যবহার করা হচ্ছে ইংরেজী ভাষায় প্রার্থনা পাঠানোর জন্যে। | Con #prayforjapan [en], invece, è possibile leggere in inglese le preghiere che gli utenti rivolgono alle vittime. |
8 | টুইটারে অনেকে শান্ত থাকার চেষ্টা করেছে এবং উপদেশ দেবার চেষ্টা করছে বিশেষ করে যাদের হানশিন ভূমিকম্প বা চুয়েৎসু ভূমিকম্পের/a> অভিজ্ঞতা আছে তারা। | Sulla popolare piattaforma di microblogging gli utenti cercano di mantenere la calma e scambiarsi consigli dettati soprattutto dalle esperienze del grande terremoto di Kobe [it] o di quello di Chuetsu [en]. |
9 | @asahi_chousa (আশাহি_চুশা): | @asahi_chousa scrive: |
10 | একজন বিদ্যুৎমিস্ত্রির উপদেশ: আপনাদের সার্কিট ব্রেকার বন্ধ করে দিন, বিশেষ করে যদি আপনাদের অঞ্চলে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়ে থাকে। | Per favore, diffondete questo messaggio! consiglio da un elettricista: se vi trovate in un'area dove manca la corrente, spegnete gli interruttori automatici [it]. |
11 | বিদ্যুৎ আসলে একটি একটি করে সার্কিট ব্রেকারগুলো চালু করুন। | Quando tornerà la corrente, riaccendete ad uno ad uno quelli più piccoli. |
12 | শর্ট সার্কিট চলতে থাকলে জোর করবেন না - সক্ষম কাউকে ডাকুন। | Se il cortocircuito dovesse continuare, non forzate l'interruttore, cercate piuttosto di contattare un qualunque elettricista per avere assistenza. |
13 | বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুন লাগা থেকে বিরত থাকুন। | In questo modo dovreste evitare gli incendi dovuti a dispersioni elettriche. |
14 | @take23asn (টেইক ২৩এএসএন): | @take23asn: |
15 | @টেইক ২৩এএসএন “কি করে ক্যাবিনেটের নিচে চাপা পরা মানুষদের উদ্ধার করবেন: ক্যাবিনেটের তিন দিক - উপর, নীচে আর সামনে মজবুত থাকে। | @take23asn “come mettere in salvo persone schiacciate da armadi: le parti più solide degli armadi sono il davanti, i lati e la parte superiore. |
16 | তবে পেছনটা পাতলা বোর্ড দিয়ে তৈরি। | La parte posteriore è una tavola sottile. |
17 | লাথি দিয়ে সেই পাতলা বোর্ড ভাঙ্গুন এবং ড্রয়ার গুলো বের করে ফেলে আপনি সহজেই উদ্ধার করতে পারবেন আটকা পড়া মানুষকে। | Con un calcio, rompete quest'ultima, così da sfilare tutti i cassetti e smontare il mobile con facilità. |
18 | @Grpa_Horiuch (জিআরপিএ হরিআচ): | @Grpa_Horiuch: |
19 | [জরুরি] এখুনি জানান কার সাইন ল্যাঙ্গুয়েজ জানা দোভাষী লাগবে। | [Urgente] Per favore, chiunque ha bisogno di un'interprete del linguaggio dei segni me lo faccia sapere. |
20 | এই লিন্ক অনুসরণ করুন http://t.co/KQPhc1r এবং এনএইচকে সংবাদ দেখুন। | Cliccate sul seguente link http://t.co/KQPhc1r [lingua dei segni] e seguite il notiziario della NHK per sordomuti. |
21 | @hibijun (হিবিজুন): | @hibijun: |
22 | এফএম ওয়াই ওয়াই বহুভাষী চ্যানেল (সিমালরেডিও) এই ভূমিকম্প ও সুনামির খবর প্রচার করছে। | Il canale FM wai-wai della stazione Simulradio è multilingua, e trasmette informazioni utili sul terremoto. |
23 | আপনারা ইন্টারনেটে তা শুনতে পারবেন এখানে। http://bit.ly/eaV16I%20 অনুগ্রহ করে জাপানে অবস্থিত বিদেশিদের এই লিংকটি পাঠিয়ে দেবেন। | Potete seguirlo anche online a questo indirizzo: http://bit.ly/eaV16I%20 [multilingua]. Vi prego di diffondere questo messaggio a tutti gli stranieri che si trovano in Giappone |
24 | @kuilne (কুইলনে) | @kuilne |
25 | আইফোনের ব্যাটারি সংরক্ষণ করুন 1) ওয়াইফাই বন্ধ করুন 2) জিপিএস বন্ধ করুন 3) পুশ মেইল বন্ধ করুন। 4) ব্লু টুথ বন্ধ করুন 5) ঔজ্জ্বল্যতা কমান। | Risparmiate la batteria del vostro iPhone in questo modo: 1)disattivate il wifi 2) disattivate il GPS 3) disattivate le notifiche via push mail [it] 4) disattivate il Bluetooth 5) abbassate la luminosità al minimo 6) uscite da tutte le app non necessarie. |
26 | 6) অন্যন্য অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন। | @Tranquil_Dragon, da Sendai, nella prefettura di Miyagi, ha pubblicato il seguente screenshot: |
27 | সেন্দাই, মিয়াগি থেকে @Tranquil_Dragon (ট্রান্কুইল ড্রাগন)এই স্ক্রীনশটটি পোস্ট করেছে: | Grafico delle zone colpite dal sisma, pubblicato da @Tranquil_Dragon @wanchan11 ha pubblicato invece una foto del porto di Sendai allagato: |
28 | @wanchan11 (ওয়ানচান১১) পানিতে ভরা সেন্দাই বন্দরের ছবি পোস্ট করেছে: | Foto del porto di Sendai caricata dall'utente @wanchan11 |
29 | টোকিও থেকে কিছু ভিডিও: | Di seguito, alcuni video girati a Tokyo: |
30 | জিভি জাপানীজ দলকে ধন্যবাদ ভূমিকম্প পরবর্তী অনেক ঝামেলার মধ্যেও এই প্রতিবেদন তৈরিতে সাহায্য করার জন্যে। | Ringraziamo la redazione giapponese di Global Voices per essersi attivata nonostante il terremoto e aver collaborato alla redazione di questo articolo. |