# | ben | ita |
---|
1 | উগান্ডা: নীরবতার সংস্কৃতি ভেঙ্গে স্বাস্থ্য অধিকারে সোচ্চার | Uganda: rivendicare il diritto alla salute per tutti |
2 | উগান্ডাতে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে হওয়ার কথা। | In Uganda le cure mediche [en, come gli altri link] dovrebbero essere gratis. |
3 | তবে জাতীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ এবং স্বাস্থ্য কর্মীদের ধারাবাহিক ঘাটতি রয়েছে। | Ma i tagli di operatori nel settore medico e sanitario dei centri sanitari nazionali sono stati consistenti. |
4 | সম্প্রতি উন্নয়নের কঠিন চ্যালেঞ্জগুলোর সমাধান উদ্ঘাটনের ব্রত নিয়ে কাজ করা উন্নয়নের জন্যে ফলাফল নামের একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থার তৈরী একটি ভিডিও অনলাইনে মুক্তি পেয়েছে। | Un video prodotto da Results for Development, un'organizzazione internazionale no profit con l'obiettivo di trovare soluzioni a difficili sfide per lo sviluppo, è stato recentemente distribuito online per incoraggiare gli ugandesi a rompere il silenzio e ad assumere il controllo sui loro diritti alla salute. |
5 | উগাণ্ডাবাসীকে নীরবতা ভেঙ্গে তাদের স্বাস্থ্য অধিকারের নিয়ন্ত্রণ নিতে উৎসাহিত করার জন্যে এটা করা হয়েছে। | |
6 | ভিডিওটি উপস্থাপন করে অস্কার আবেলো লিখেছেন: | Presentando il video, Oscar Abello scrive: |
7 | উগান্ডা গত কয়েক বছর ধরে ঔষধের গণবিতরণ ব্যবস্থার “হার্ডওয়্যার (অবকাঠামো)” - কেন্দ্রীয় গুদাম এবং জনবলসহ বিভিন্ন বিতরণ কেন্দ্র - গড়ে তোলার মাধ্যমে অনেক দূর এগিয়েছে, তবে “সফ্টওয়্যার”টিই তেমন ঠিক নেই। | L'Uganda ha fatto passi da gigante negli ultimi anni, costruendo l' “hardware” del sistema di pubblica distribuzione dei medicinali - magazzini centrali e punti di distribuzione -; l'efficienza del “software”, tuttavia, lascia un po' a desiderare. |
8 | অনেক স্বাস্থ্য কেন্দ্রে চালানের মধ্যবর্তী সময়ে ২-৩ মাসের মধ্যে ওষুধ শেষ হয়ে যায়, অথচ কেন্দ্রীয় গুদামগুলোতে সরবরাহ উপচে পড়ে। | Molti centri sanitari esauriscono i medicinali in 2-3 mesi tra una consegna e l'altra, mentre i magazzini centrali pullulano di provviste. |
9 | উগান্ডাতে বেশিরভাগ প্রত্যন্ত গ্রামে বসবাস করা দরিদ্রদের কাছে ঔষধ সরবরাহ সমস্যার কোন সংবাদ পৌঁছে না। কিছু একটা করতে পারে এমন সরকারী কর্মকর্তাদের কাছে সেই খবর পৌঁছে দেয়ার মতো খুব কম সংখ্যক চ্যানেল রয়েছে। | I problemi nella catena di distribuzione delle medicine non sono nuovi ai poveri in Uganda, molti dei quali vivono in villaggi rurali lontani; tuttavia esistono alcuni canali per portare le informazioni ai pubblici ufficiali, gli unici in condizione di poter reagire a tutto questo. |
10 | ভিডিওটিতে উগান্ডাতে অত্যাবশ্যকীয় ওষুধ ব্যবহারের সুযোগ বৃদ্ধিতে সহায়তাকারী স্বাস্থ্য ভোক্তা সংগঠন হেপস উগাণ্ডার ওষুধপত্র উপদেষ্টা ডেনিস কিবরিয়া বলেছেন: | Nel video, Dennis Kibira, consulente medico di HEPS Uganda (organizzazione per la salute degli utenti con lo scopo di contribuire all'aumento dell'accesso ai medicinali di base in Uganda), afferma: |
11 | আমি এমন একটি দেশ দেখতে চাই যেখানে মানুষকে তারা প্রাপ্য সেবা পেতে ব্যর্থ হয়ে প্রাণ হারাতে না হয়। | Voglio vedere una nazione in cui le persone non debbano morire solo perché non hanno ricevuto l'attenzione e le cure che meritano. |
12 | ২০০৬ সালে স্বাস্থ্য খাতের তহবিল আত্মসাতের জড়িত অভিযোগে তিনজন মন্ত্রীকে তাদের পদ হারাতে হয়। তাদের মামলাগুলো আদালতে এখনো ঝুলছে। | Nel 2006, tre ministri hanno perso le loro cariche dopo la segnalazione di un loro coinvolgimento in appropriazione di fondi appartenenti al settore sanitario. |
13 | জাতীয় রেফারেল হাসপাতালের মুলাগু হাসপাতালের মেঝেতে রোগীদের অবস্থান। | Le accuse nei loro confronti sono ancora in sospeso alla Corte. |
14 | ছবিটির সৌজন্যে উইলিয়ামকিতুউকা. | Pazienti sul pavimento del Mulago Hospital, ospedale specialistico nazionale. |
15 | ব্লগস্পট. কম | Foto concessa da williamkituuka.blogspot.com |
16 | ভিডিওটিতে হেপস উগান্ডা'র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রোজেট মুতাম্বি বলেছেন যে উগান্ডাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। | |
17 | তবে বর্তমানে ঘটনাটি তা নয়। তিনি বলেছেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তাদের ক্ষমতার চেয়ে বেশি কাজ করছে এবং স্বাস্থ্যকর্মীরাও বাড়তি কাজ করছে। | Nel video, la fondatrice e direttrice esecutiva di HEPS Uganda Rosette Mutambi sostiene che le cure sanitarie dovrebbero essere gratuite in Uganda, ma non è ciò che sta succedendo in questo momento. |
18 | এছাড়াও উগান্ডার বিদ্যুৎ বিচ্ছিন্নতা বা লোড শেডিংয়ের অভিজ্ঞতা রয়েছে। | Aggiunge che i centri sanitari sono all'eccesso della capacità produttiva e che gli operatori sanitari sono stressati. |
19 | যা কিছু কিছু ঔষধকে ঠাণ্ডা রাখার প্রয়োজন পড়া সার্বক্ষণিক জেনারেটর বিহীন এসব স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রভাবিত করছে। | Inoltre, l'Uganda ha dovuto far fronte ad interruzioni nell'erogazione di elettricità o a distacchi di carico, deleteri in particolare per i centri sanitari privi di generatori portatili (alcune medicine, infatti, devono essere sottoposte a refrigerazione). |
20 | ঔষধ সংরক্ষণ এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরবরাহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় মেডিকেল স্টোরের মহা ব্যবস্থাপক মোজেস কামাবারে'র মতে, তারা প্রতি দুই মাস অন্তর অন্তর সব জেলাতে একবার করে বিলি করেন। | Secondo il manager generale del National Medical Stores (organizzazione responsabile della conservazione e del trasporto dei medicinali ai centri sanitari), Moses Kamabare, i medicinali vengono consegnati una volta ogni due mesi a tutti i quartieri; ma un operatore sanitario afferma che, in realtà, i centri sanitari li ricevono una volta ogni tre mesi. |
21 | তবে মাঠ পর্যায়ের একজন স্বাস্থ্যকর্মী বলছেন যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আসলে প্রতি তিন মাসে একবার ঔষধ পেয়ে থাকে। | Succede così che i magazzini sono sempre pieni di farmaci, mentre invece i centri sanitari ne sono del tutto sprovvisti. |
22 | উগান্ডার মেডিকেল স্টোরগুলো সবসময়ই পূর্ণ থাকে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন ঔষধ থাকে না। | Qualcuno deve camminare per più di 10 km per arrivare a questi centri, per poi scoprire che qui non ci sono le medicine necessarie. |
23 | কিছু কিছু মানুষ ১০ কিলোমিটারের বেশি হেঁটে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যায় শুধু জানার জন্যে যে সেখানে ঔষধ নেই। | Questa situazione è straziante per molte persone, e li dissuade dal tornare nei centri sanitari e dal cercare cure mediche. |
24 | বহু মানুষের জন্যে এই অভিজ্ঞতাটি হৃদয়বিদারক এবং এটা তাদেরকে আবার কেন্দ্রগুলোতে ফিরে আসতে এবং চিকিৎসা সেবা চাইতে নিরুৎসাহিত করে। | C'è ancora molto da fare per migliorare il settore sanitario in Uganda: consegne più rapide e frequenti, un aumento dei finanziamenti, più centri sanitari, stipendi più alti per gli operatori sanitari e approvvigionamento di apparecchiature per i centri. |
25 | উগান্ডাতে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটাতে আরো অনেক কিছু করা প্রয়োজন: দ্রুততর, অধিক ঘনঘন পরিষেবা প্রদান, অর্থায়ন বৃদ্ধি, আরো বেশি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মীদের উচ্চতর বেতন এবং কেন্দ্রগুলোর জন্যে যন্ত্রপাতি সংগ্রহ। | |
26 | এছাড়াও একটি চ্যালেঞ্জ হলো ডাক্তারদের ঘাটতি, আবার তাদের কেউ কেউ প্রাইভেট ক্লিনিকের জন্যে ঔষধ চুরি করেন বলে অভিযোগ রয়েছে। | C'è anche la sfida della carenza di medici, alcuni dei quali presumibilmente rubano medicinali per le loro cliniche private. |
27 | তবে এখনো বড় প্রশ্নটি হলো, এই ভিডিওটি কী শেষ পর্যন্ত উগাণ্ডাবাসীর নীরবতা ভাঙ্গতে উৎসাহিত করবে? | Ma rimane ancora un quesito cruciale: riuscirà questo video ad incoraggiare i cittadini a rompere davvero tale silenzio? |