# | ben | ita |
---|
1 | পশ্চিম পাপুয়া: ভিডিওয়ের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের ভিন্ন অধ্যায় | Papua: video-lettera e altre storie locali |
2 | পশ্চিম পাপুয়ার একজন নারী ইন্দোনেশিয়ার সৈনিকদের প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন। এই ভিডিও বার্তার মাধ্যমে তার এলাকার আরো অনেক নারীর কথা উঠে এসেছে। | La video-lettera che una donna di Papua occidentale ha indirizzato a un soldato indonesiano fa eco alla storia di molte altre donne del posto. |
3 | তিনি তার গ্রামে অবস্থানরত সৈনিকদের বলেছেন, চিঠি লিখতে এবং ফিরে গিয়ে তার মেয়ের সাথে দেখা করতে। | In questo caso, la donna chiede al soldato, un tempo accampato nel suo villaggio, di scriverle e di tornare per conoscere la loro figlia. |
4 | অন্যান্য প্রকল্পের অংশীদারদের সাথে এই অঞ্চলের ইস্যুগুলো কাভারেজ দিতেই, মিডিয়ার সাথে অংশগ্রহণমূলক প্রচেষ্টার একটি অংশ এই ভিডিও। | |
5 | পাপুয়ান ভয়েস প্রজেক্টটি সব ধরনের রাজনৈতিক, ভৌগলিক এবং আর্থিক সীমাবদ্ধতা অতিক্রম করেছে। | Questo video fa parte degli interventi che Engage Media, assieme ad altri collaboratori, sta intraprendendo per occuparsi delle problematiche di questa regione. |
6 | একই সঙ্গে প্রযুক্তির অভাববোধও কাটিয়ে পাপুয়ার জনগণের গুরুত্বপূর্ণ কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। | Il progetto Papuan Voices vuole superare qualsiasi barriera politica, geografica, finanziaria e tecnologica per diffondere nel mondo le più importanti storie locali. |
7 | এক্ষেত্রে এটা সম্পদে সমৃদ্ধ, বিশৃঙ্খলতায় পূর্ণ রাজ্যটির দরজার আড়ালে নিয়মিতভাবে যেসব অন্যায় হচ্ছে, সেগুলোর ওপর আলো ফেলেছে। | In questo modo, si vuole far luce sulle ingiustizie che avvengono regolarmente in questa provincia, che è al tempo stesso insofferente e ricca di risorse. |
8 | সৈনিকদের কাছে পাঠানো ভালোবাসার বার্তাটিতে বিভিন্ন ভাষার সাবটাইটেল রয়েছে। এর মধ্যে ইংরেজি, তাগালগ, মালয়, ইন্দোনেশিয়ান, থাই এবং টেটাম উল্লেখযোগ্য । | Il video Love Letter to a Soldier (Lettera d'amore a un soldato) è stato sottotitolato in varie lingue, tra cui inglese, tagalog, malay, indonesiano, tailandese e tetum. |