# | ben | ita |
---|
1 | ইরান: সবুজ বিপ্লব নিয়ে শিল্পকর্ম ও অঙ্গসজ্জা | Iran: arte e design da tutto il mondo per il “Movimento Verde” |
2 | “কোথায় আমার ভোট” হচ্ছে ইরানের সবুজ বিপ্লব নিয়ে ১৫০টি পোস্টারের একটি প্রদর্শনী যা নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে অনুষ্ঠিত হয় (৩০শে আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর)। | "Voci di libertà" Si intitola “Where is my Vote” [en, come tutti i link tranne ove diversamente indicato] la mostra allestita dalla School of Visual arts di New York (30 Agosto - 25 Settembre) che raccoglie 150 locandine politiche create per il Movimento Verde iraniano. |
3 | সারা বিশ্বের গ্রাফিক আর্টসের শিল্পীদের আঁকা এইসব পোস্টার (ইওসি লোমেলএর কাজ উপরে দেখা যাচ্ছে) ইরানে ২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রতিবাদকে সমর্থন করছে। | Le opere, realizzate da grafici da tutto il mondo, sono state prodotte a sostegno delle proteste che hanno accompagnato in Iran le elezioni presidenziali del 2009. |
4 | এইসব চিত্রকর্ম আগামী নভেম্বরে বোস্টনেও প্রদর্শিত হবে। | La mostra verrà presentata anche a Boston il prossimo novembre [sopra: “Voci di libertà”, creazione di Yossi Lemel ]. |
5 | এই আন্তর্জাতিক শৈল্পিক আন্দোলনের মধ্যে যুক্ত ছিল সাইবার নাগরিক, ব্লগার এবং সাহসী ফটোব্লগাররা। | Sono state le comunità virtuali, i blogger e i coraggiosi foto-blogger a gettare le fondamenta di questo movimento artistico internazionale. |
6 | নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক জন ভিসনিউস্কি গ্লোবাল ভয়েসেসকে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন: | John Wyszniewski, vice direttore per la Comunicazione della School of Visual Arts di New York, spiega in una email a Global Voices: |
7 | ইরানে গত গ্রীষ্মের নির্বাচনের সময় গ্রীন বার্ড ছদ্মনামের একজন ইরানী ফটোগ্রাফার সারাবিশ্বের গ্রাফিক আর্টস শিল্পীদের কাছ অনুরোধ করে যে তারা যেন ইরানের সবুজ আন্দোলনকে সমর্থন করে পোস্টার আঁকে। | |
8 | এরকম একজন শিল্পী আদ্রেয়া রাউখ, যার কাছে তিনি আবেদন রেখেছিলেন, এই সব পোস্টারকে সোশ্যালডিজাইনজিন ওয়েবসাইট এ তুলে দেন। | Durante le elezioni iraniane dell'estate 2009 una fotografa iraniana, il cui alias è Green Bird, ha esortato i grafici di tutto il mondo a produrre locandine a sostegno del Movimento Verde. |
9 | এই সাইটটি ইটালিয়ার গ্রাফিক আর্টস শিল্পীদের সংঘের ওয়েবসাইট যেটির সম্পাদক হচ্ছে রাউখ। এই সাইটটিতে প্রায় ২০০টি সংগৃহিত পোস্টার দেখা যাবে। | Uno degli artisti contattati, il designer italiano Andrea Rauch, si è offerto di ospitare tutte le creazioni sul sito SocialDesignZine [it], il blog dell'Associazione Italiana Progettazione per la Comunicazione Visiva (AIAP), da lui curato. |
10 | ভিসনিউস্কি গ্রীন বার্ডের একটি ইমেইল থেকে উদ্ধৃত করেছেন: | Sul sito sono stati così raccolti oltre 200 poster liberamente visionabili. |
11 | এখানে গ্রীন বার্ডের একটি মূল ইমেইল: “কেমন আছ বন্ধু? | Wyszniewski condivide parte di un'e-mail di Green Bird: |
12 | আশা করি ভাল আছ। | “Come stai, amico mio? |
13 | আমার মন ভাল নেই। | Spero tutto bene. |
14 | ইরানে অনেক লোক মারা যাচ্ছে (ইরান নির্বাচনের পর। | Sono molto triste in questi giorni; sono morti in tanti in Iran (dopo le elezioni). |
15 | যেসব ছেলেমেয়েরা মারা গেছে সম্প্রতি তাদের নিয়ে মন ভারাক্রান্ত। | Ragazzi e ragazze uccisi negli ultimi giorni: le mie lacrime scorrono [per loro]. |
16 | ইরানের বর্তমান অবস্থার আন্তর্জাতিক মনোযোগের প্রয়োজন আছে। এবং আমার মতে বিশ্বের নামকরা শিল্পীদের এর প্রতিবাদে অংশ নেয়া উচিৎ। | Quanto sta succedendo in Iran ha rilevanza internazionale, e credo che gli artisti di tutto il mondo debbano sostenere la [nostra] causa: a te, che sei un Grande Illustratore, chiedo di realizzare al più presto una locandina a sostegno della causa; sei iraniano come me, in questi giorni, (…) perciò puoi aiutarmi così (Movimento Verde).” |
17 | তুমি খুব ভাল গ্রাফিক চিত্রশিল্পী। | Green Bird ha poi rilanciato le foto delle manifestazioni. |
18 | আমি অনুরোধ করছি তুমি যেন আতি সত্বর একটুই পোস্টার এঁকে এই আন্দোলনকে সমর্থন কর। এই দিরগুলোতে আমার মত তুমিও একজন ইরানী। | Wyszniewski conclude riassumendo così i maggiori concetti che descrivono l'Arte Verde: Unità, Aspirazione alla libertà, Disobbedienza, Speranza. |
19 | তুমি যদি তা মান তবে অনুগ্রহ করে আমাদের (সবুজ আন্দোলনের) প্রতি এভাবে সাহায্যের হাত বাড়াও।” | |
20 | সেই ইমেইলে গ্রীনবার্ড বিশ্বের সবার জন্যে প্রতিবাদের কিছু ছবি পাঠিয়েছে। | |
21 | শেষে ভিসনিউস্কি বলেন যে “সবুজ চিত্রকর্মের” মূল অন্তর্নিহিত বিষয়গুলো হবে: “একতা, স্বাধীনতার আকাঙ্খা, বিশ্বাসঘাতকতা এবং আশা।” | |