# | ben | ita |
---|
1 | স্টোরিমেকারের মাধ্যমে আপনার গল্প বলুন এবং জিতে নিন ১০০০ ইউরো | Racconta la tua storia con StoryMaker e vinci €1,000 |
2 | ফ্রি প্রেস আনলিমিটেড থেকে পুনরায় প্রকাশিত। স্টোরিমেকার হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেডের একটি নতুন প্রকল্প। | Pubblicato via Free Press Unlimited [en, come tutti i link successivi salvo diversa indicazione] StoryMaker è una nuova app disegnata per aiutare le persone a creare notizie di qualità nel modo più sicuro possibile attraverso i loro telefoni cellulari. |
3 | অ্যাপসটি মোবাইলের গল্প উন্নত করতে সম্পাদনাকারী সফ্টওয়্যার এবং একটি শিক্ষাগত সাংবাদিকতার প্রোগ্রামের সাথে নিরাপত্তার সম্মিলনে গঠিত। | La app combina misure di sicurezza digitale con un software per l'editing e un programma di educazione al giornalismo per migliorare le storie create attraverso supporti mobili. |
4 | অ্যাপসটি ব্যবহার এবং সকলের জন্য উন্মুক্ত করার জন্য প্রস্তুত। | La app è pronta per essere usata e disponibile per tutti. |
5 | স্টোরিমেকার ব্যবহার শুরু করার জন্য আমরা যত জনকে পারছি উৎসাহিত করছি। এ উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। | Al fine di incoraggiare quante più persone possibile a usare StoryMaker, abbiamo organizzato un concorso. |
6 | স্টোরিমেকারের মাধ্যমে একটি গল্প তৈরি করে এতে অংশগ্রহণ করুন অথবা উন্নতির জন্য আমাদের পরামর্শ দিন। | Partecipa creando una storia con StoryMaker o inviaci suggerimenti per migliorare la app. |
7 | সেরা গল্পটি | La Storia Migliore |
8 | স্টোরিমেকার ব্যবহার করে আপনার গল্প বলুন এবং জিতে নিন ১,০০০ ইউরো । | Usa StoryMaker per raccontare la tua storia per vincere €1,000. |
9 | Www.storymaker.cc সাইটে আপলোড করা সব গল্পই পুরস্কারের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতায় চলে আসবে। | Tutte le storie pubblicate su www.storymaker.cc partecipano automaticamente al premio. |
10 | আমরা সেই সেরা গল্পটি খুঁজছি, যেটি মোবাইলে বলা গল্প ছাড়া অনুচ্চারিত রয়ে যাবে। | Stiamo cercando la migliore storia che non avrebbe potuto essere raccontata senza le possibilità della tecnologia mobile. |
11 | উন্নতির জন্য সেরা পরামর্শ | I Migliori Suggerimenti |
12 | স্টোরিমেকার প্রকল্পটি সবে মাত্র চালু করা হয়েছে। | StoryMaker è appena stata lanciata, ma questo non significa che non ci sia spazio per miglioramenti. |
13 | কিন্তু তার মানে এই নয় যে, সেখানে উন্নতির জন্য আর কোন জায়গা অবশিষ্ট নেই। | Al contrario, abbiamo bisogno che i nostri utenti ci aiutino a migliorare la app continuamente. |
14 | বিপরীতভাবে, আমরা আমাদের ব্যবহারকারীদের আরও উন্নত অ্যাপস উপহার দিতে চাই। | Per favore inviaci feedback, idee innovative o errori che avete incotrato nella versione corrente. |
15 | অনুগ্রহ করে, আমাদের কাছে আপনাদের স্বীয় প্রতিক্রিয়া পাঠান। | Aiutaci a fare di StoryMaker un vero successo. |
16 | শুধু তাই নয়, আপনাদের উদ্ভাবনী ধারণা, বর্তমান সংস্করণে আপনি কোন ত্রুটি খুঁজে পেলেও আমাদের কাছে তাও পাঠিয়ে দিন। | C'è un premio di €1,000 per l'idea migliore. Scrivi a support [at] storymaker.cc. |
17 | স্টোরিমেকার প্রকল্পটিকে সত্যিকারভাবে সফল করতে আমাদের সহায়তা করুন। | Partnership StoryMaker è stata sviluppata da Free Press Unlimited, The Guardian Project e Small World News. |
18 | সেরা আইডিয়াটির জন্য রয়েছে ১,০০০ ইউরো পুরস্কার। | La app è ora disponibile sia in inglese che in arabo. |
19 | স্টোরিমেকার. সিসি এর সমর্থনে আমাদের ইমেল করুন। | Chiunque può introdurre nuove traduzioni, permettendo così a molte più persone nel mondo di usare StoryMaker. |
20 | আগামী ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। | Puoi partecipare fino al 31 dicembre 2013. |