Sentence alignment for gv-ben-20110916-19994.xml (html) - gv-ita-20110915-45254.xml (html)

#benita
1ইরানঃ লেক উরমিয়াকে রক্ষার প্রতিবাদে সৃষ্ট শিল্পকলাIran: arte e proteste per salvare il lago di Urmia
2সোমবার, ইরানের আজারবাইযান এলাকার আরদাবিলে বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমে আসে, ইরান সরকারের কাছে তারা লেক উরমিয়া নামক হ্রদ রক্ষার দাবী করে।"Rimani blu" - Contestazione in forma artistica su Facebook per il lago di Urmia I manifestanti sono scesi di nuovo in piazza [en] lunedì ad Ardabil [it], nella regione iraniana dell'Azerbaijan, per chiedere al governo di salvare il lago di Urmia [it].
3ইরানের ব্লগাররা জানাচ্ছে যে এবারও বিক্ষোভ দমনের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আজেরী একটিভিস্টকে গ্রেফতার করা হয়েছে।I blogger iraniani hanno denunciato repressioni e arresti di diversi attivisti azeri.
4সম্প্রতি কর্তৃপক্ষ বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্ত পানির হ্রদকে বাঁচানোর জন্য ৯৫ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে নদী থেকে পানি লেকে নিয়ে আসা হবে।Di recente le autorità hanno promesso [en] di destinare circa 95 milioni di dollari alla deviazione delle acque dei fiumi per salvare quello che è uno dei laghi salati più grandi del mondo.
5আরদাবিলে সোমবার কি ঘটেছিল, গাফতার সবজ তাঁর এক প্রত্যক্ষদর্শী।Il blogger Goftar Sabz, testimone di ciò che è avvenuto lunedì ad Ardabil, scrive [fa]:
6ব্লগার লিখেছে [ফার্সী ভাষায়] : ‘স্টে ব্লু' (নীলে থাকুন)-লেক উরমিয়ার জন্য ফেসবুকে প্রতিবাদী শিল্পCamminavo per Ardabil, erano circa le 6 del pomeriggio e c'era una massiccia presenza di forze dell'ordine.
7সন্ধ্যা ঠিক ৬ টার সময় আমি আরাদাবিলের রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং সে সময় সেখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম।
8যখন বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করল, তখনই তাদের গ্রেফতার করা শুরু হয়।Due manifestanti sono stati arrestati perché ripetevano slogan.
9আমি শারিয়াতি স্কোয়ারের দিকে হেঁটে গেলাম এবং দেখলাম সেখান দশ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।Mi sono diretto verso Shariati Square e ho assistito all'arresto di dieci persone.
10আমি শুনেছি যে শহরের অন্য অনেক এলাকাতেও নিরাপত্তা বাহিনীর আরো অনেককে গ্রেফতার করেছে।Ho sentito dire che in altre zone della città le forze dell'ordine ne hanno arrestate anche di più.
11সেভ-নিউজ ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়]:Sul blog sev-news si legge [fa]:
12আরদাবিলে বেশ কয়েক ভাবে দমনের ঘটনা সংঘঠিত হয়েছিল, সেখানকার ইন্টারনেট-এর গতি ছিল প্রায় শূন্যের কোঠায় এবং মোবাইল ফোন দিয়ে কারো সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না।Ci sono state diverse proteste ad Ardabil, connettersi a internet era praticamente impossibile e non c'era modo di comunicare tramite il cellulare.
13লোকজন ক্রমাগত তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছিল এবং লেক উরুমিয়া রক্ষার দাবীতে স্লোগান দিচ্ছিল।La gente continua a manifestare e intonare slogan per salvaguardare il futuro del lago di Urmia.
14কোলেখাবার লিখেছে [ফার্সী ভাষায়] যে কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনী এই আন্দোলনের সাথে জড়িত একটিভিস্টদের তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে এবং তাদের ব্যক্তিগত জিনিষপত্র জব্দ করেছে।
15রাহ আজাদি বলছে [ফার্সী ভাষায়] যে দেখে মনে হচ্ছে আরদাবিল এক দখলীকৃত নগরী এবং সব জায়গায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে।Kolekhabar aggiunge [fa] che un paio di giorni prima le forze dell'ordine avevano arrestato gli attivisti nelle loro case, confiscandone gli effetti personali.
16উরমিয়া লেক-এর সমর্থক একটি ফেসবুক পাতা তৈরি করা হয়েছে, ইতোমধ্যে এই পাতার সমর্থকের সংখ্যা ৪৭০০ জন পার হয়ে গেছে।Rah Azadi conferma [fa] che Ardabil sembra una città occupata e le forze dell'ordine sono praticamente ovunque.
17এই সমর্থক পাতায় যে ছবি (উপরে) তাতে লেখা রয়েছে “ নীলে থাকা”। এ ছাড়াও বেশ কিছু সৃষ্টিশীল ফেসবুকের পাতা তৈরি করা হয়েছে।I sostenitori della salvaguardia del lago di Urmia hanno persino creato una pagina su Facebook che conta già più di 4.700 fan.
18এ রকম একটি পাতায় (নীচে তার ছবি ছবি প্রদর্শন করে হয়েছে) লেখা রয়েছে (স্বর্গ আমাদের সাহায্য করুক, যখন মানুষ তা করতে ব্যর্থ এবং তারা উপেক্ষা করে) লেক উরমিয়া প্রতিবাদ শিল্পOltre all'immagine di cui sopra, vi compaiono altre creazioni artistiche, come quella che segue, su cui campeggia la scritta: “Che il Cielo ci aiuti, dal momento che gli uomini sbagliano e fingono di non vedere”.