Sentence alignment for gv-ben-20120518-26884.xml (html) - gv-ita-20120521-60098.xml (html)

#benita
1দক্ষিণ কোরিয়াঃ জুয়া, ধূমপান ও মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেন ভিক্ষুগণCorea del Sud: lo scandalo dei monaci che bevevano, fumavano e giocavano a poker
2দক্ষিণ কোরিয়ায় দেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরের ছয় নেতা পোকার খেলা, মদ্যপান ও ধূমপান করার সময় ধরা পড়েছেন।In Corea del Sud sei leader del più grande ordine buddhista nazionale sono stati scoperti mentre giocavano a high-stakes poker [it], bevevano e fumavano.
3একটি ভিডিও ফুটেজের মাধ্যমে এ ব্যাপারটি প্রকাশিত হয়েছে যেখানে বুদ্ধর জন্মবার্ষিকী পালনের সরকারি ছুটির কয়েক দিন পূর্বে একটি অভিজাত লেকসাইড হোটেলে উচ্চ পর্যায়ের পুরোহিতদের জুয়া খেলা দেখানো হয়েছে।Il caso è stato reso noto [it] attraverso una ripresa video che mostra monaci di alto profilo intenti a giocare d'azzardo in un lussuoso hotel in riva al lago proprio pochi giorni prima della festività nazionale che celebra la nascita del Buddha.
4প্রতিবেদন মতে, পুরোহিতদের জুয়ার অর্থের পরিমাণ ৮৭৫,০০ মার্কিন ডলার (১০ মিলিয়ন কোরিয়ান ওন) ছাড়িয়ে গেছে এবং জুয়াটি সারারাত একটানা ১৩ ঘন্টা চলছিল।A quel che si dice [en], le quote scommesse supererebbero gli 875,000 USD (10 milioni di won coreani [it]) e i monaci avrebbero continuato a giocare d'azzardo tutta la notte per tredici ore di fila.
5দক্ষিণ কোরিয়ায়, নির্দিষ্ট ক্যাসিনো ও ঘোড়দৌড় জায়গাগুলো বাদে অন্য কোথাও জুয়া অবৈধ এবং ধর্মীয় নেতাদের কাছ থেকে এ ধরণের কাজ কঠোরভাবে নেয়ার চেয়েও- অকল্পনীয়।In Corea del Sud è illegale giocare d'azzardo al di fuori dei casinò autorizzati e degli spazi riservati alle corse dei cavalli e un atto del genere da parte di leader religiosi è più che disapprovato: è inimmaginabile.
6দক্ষিণ কোরিয়ান অনলাইন মাধ্যমে বিদ্রূপাত্মক মন্তব্য, কঠোর সমালোচনা ও তিক্ত হতাশা ব্যক্ত করার মাধ্যমে এই নীতিবর্জিত ধর্মের উপর প্রতিক্রিয়া জানানো হয়েছে।Sulla rete internet coreana sono esplose varie reazioni: commenti sarcastici, critiche sferzanti e aspre lamentele per lo stato di corruzione in cui versa la religione.
7টুইটার ব্যবহারকারী @uxost01 টুইটবার্তায় বলেন[ko]:L'utente @uxost01 scrive su Twitter [ko]:
8যোগী ভিক্ষুদের ১০ মিলিয়ন কোরিয়ান ওনের জুয়ার খবরের কথা শুনে আমার মা বিস্মিত ও বাকরুদ্ধ হয়ে গেছেন।Mia mamma è scioccata e devastata dalla notizia di monaci Jogye [en] che scommettono quote di diverse decine di milioni di won coreani.
9টুইটার ব্যবহারকারী আরিরাঙ৫৮৮৬ (@Arirang5886) উল্লেখ করেছেন [ko] যে পুরোহিতদের জুয়ার টাকাগুলো ধর্মের জন্য জনগণের অনুদান ছিলঃL'utente @Arirang5886 puntualizza [ko] che i soldi scommessi dai monaci erano donazioni dei fedeli:
10যোগীর প্রধান ভিক্ষুদের দ্বারা জুয়া, মদ্যপান ও ধূমপান - এই কাজগুলো দেখায় যে তারা নিজেদেরকে সংবরণ করার ক্ষমতা হারিয়েছেন।Il fatto che monaci di alto livello dell'ordine Jogye scommettano, bevano e fumino dimostra che hanno perso la capacità di autocontrollo.
11তাদের অনুসারীরা যেখানে কষ্টার্জিত অর্থ দেয়ার জন্য নিয়মিত মন্দিরে যাচ্ছে, সেখানে ঐ পুরোহিতগণ ঐ অর্থকে উত্তেজক সত্য-সন্ধানে ব্যবহার করছে।Mentre i fedeli fanno regolarmente visita ai templi per offrire soldi guadagnati col sangue, questi monaci usano i loro soldi per un'elettrizzante ricerca della verità.
12প্রকৃত বুদ্ধ যে প্রত্যেক অনুসারীর অন্তরে থাকেন, মন্দিরে নয় এটাই তার একটি প্রকৃষ্ট উদাহরণ।E' un caso esemplare che ci insegna come il vero Buddha risieda nel cuore di ogni fedele, non nel tempio.
13আরেক টুইটার ব্যবহারকারী নাবিওয়াহিগঘিল (@Nabiwahighhill) দুর্নীতিবাজদের সাথে ঐ পুরোহিতদের তুলনা করেছেন [ko]:Un altro utente, @Nabiwahighhill, paragona [ko] questi monaci ai nobili corrotti:
14পরিমাণ প্রায় ১০ বিলিয়ন কোরিয়ান ওন (৮. ৭৫ মার্কিন ডলারের কাছাকাছি) এবং বলেছিলেন যে তাদের সত্যান্বেষণ ও অর্থ চালনা আলাদা হওয়া দরকার।Nel 2007, il monaco Myung-ji ha reso pubblico che i templi hanno risorse finanziarie per circa dieci miliardi di won coreani (più o meno 8.75 milioni di dollari americani) e che hanno bisogno di separare la loro ricerca della verità dalla gestione delle risorse economiche.
15যোগীর পুরোহিতদের রাতব্যাপী জুয়া প্রমাণ করল যে বৌদ্ধ সমাজ দুর্নীতিবাজ।Il gioco d'azzardo notturno dei monaci dell'ordine Jogye mostra che la comunità buddhista coreana è corrotta.
16ধর্মীয় নেতা, রাজনীতিবিদ এবং মিডিয়া মালিকগণ অর্থাৎ “শাসকদের” ২% দুর্নীতিবাজ ব্যক্তিত্বে পরিণত হয়েছে।I leader religiosi, i politici e i proprietari dei mezzi di comunicazione sono diventati i nobili corrotti, quel due percento di popolazione in cima alla scala sociale durante l'Ancien Régime [it].
17দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য চোগী বৌদ্ধ মন্দিরের হেইন্সা মন্দিরে প্রার্থনা শেষে ভিক্ষুদের কক্ষে যাওয়ার দৃশ্য (অনুচ্ছেদে লিখিত জুয়ার ব্যাপারের সাথে সম্পর্কিত নয়) ছবিঃ জুংহিজুং, ক্রিয়েটিভ কমন লাইসেন্স) (CC BY 2.0)I monaci scendono verso le loro stanze dopo il culto serale al Tempio di Haeinsa, uno dei principali templi buddhisti dell'ordine Jogye in Corea del Sud (non necessariamente legato al caso di gioco d'azzardo menzionato in questo articolo). Foto: joonghijung, Creative Commons License (CC BY 2.0)
18যোগী ক্রমের ১০ মিলিয়নেরও বেশি অনুসারী আছে যা মোট দক্ষিণ কোরিয়ান জনগণের এক পঞ্চমাংশ।L'ordine Jogye conta più di dieci milioni di seguaci, quasi un quinto della popolazione totale in Corea del Sud.
19যোগী ক্রমের প্রধান, জাতীয় খবরে জুয়ার ব্যাপার শিরোনাম হওয়ার পর পরই “আত্ম-অনুশোচনা” করে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।Il capo dell'ordine Jogye si è scusato pubblicamente [en] subito dopo che il caso del gioco d'azzardo è finito sui titoli nazionali, promettendo “auto-pentimento”.
20যদিও মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে [ko] ক্রমের মধ্যেই অন্তর্দ্বন্দ্বের কারণে ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছিল, তারপরও কোন কারণ বা অজুহাতই হতাশ কোরিয়ান জনগণকে দেয়ার মত উপযুক্ত নয়।Sebbene i media abbiamo speculato sulla possibilità che la fuga di notizie fosse stata accuratamente pianificata [ko] da forze rivali all'interno dell'ordine, nessuna ragione o scusante è abbastanza per calmare i coreani delusi.
21পার্ক তায়ে-সু (এসজেটিএস (@sjts200)) টুইটবার্তায় বলেন [ko]:Park Tae-su (@sjts200) scrive su Twitter [ko]:
22এই জুয়া কান্ডের জন্য পুরোহিত জা-সিওং-এর পুরো দায়ভার নেয়া উচিত ও পদত্যাগ করা উচিত।Il monaco Ja-seong dovrebbe assumersi piena responsabilità per questo disastro del gioco d'azzardo e rassegnare le dimissioni.
23আপনি কি সত্যি মনে করেন এ ব্যাপারে শুধু আত্ম-অনুশোচনা দেখিয়েই এই ব্যাপার ধামাচাপা রাখতে পারবেন?Davvero pensi che basti invocare l'autopentimento per seppellire il caso?
24মোটেই না।Diavolo no.
25ইউন হি-সুং (@yunheesung) tটুইটবার্তায় বলেন [ko]:Yun Hee-sung (@yunheesung) scrive su Twitter [ko]:
26আপনার কি মনে হয় এসব কিছু (অভিযোগ) ভিত্তিহীন যখন অন্তর্দ্বন্দ্বের কারণে এই জুয়া কেলেঙ্কারি হল?Pensi che tutte queste accuse siano ingiuste perché lo scandalo del gioco d'azzardo è stato causato da conflitti di forze interne?
27আপনার অভ্যন্তরীন ক্ষমতা থাকুক আর নাই থাকুক, ভিক্ষুদের বড় অংকের টাকায় জুয়া, মদপান, ধূমপান কোরিয়ান জনতার কাছে সমর্থনযোগ্য কিনা।Che tu stessi affrontando lotte interne o meno, quello che interessa al popolo coreano è che sia ingiustificabile per dei monaci scommettere grandi somme di denaro, fumare e bere.
28আপনারা কি এখানে আসল সমস্যা এখনো দেখতে পাচ্ছেন না?Ancora non vedi qual è il vero problema qua?
29দক্ষিণ কোরিয়া ধর্মপরায়ণ দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু খ্রিস্টান ও বৌদ্ধ সমাজে এত কেলেঙ্কারি দিন দিন কোরিয়ানদের হতাশ করছে এবং ধর্ম ত্যাগে বাধ্য করছে।La Corea del Sud è sempre stata una nazione molto religiosa ma con così tanti scandali [ko] scoppiati sia nella comunità cristiana che buddhista, sempre più coreani, frustrati, stanno voltando le spalle alla religione.
30টুইটার ব্যবহারকারী টাইনিপেনসিল (@tinypencil) টুইটবার্তায় বলেন [ko]:L'utente @tinypencil scrive su Twitter [ko]:
31তো বৌদ্ধ সমাজ কি খ্রিস্টান সমাজের সাথে কড়া সমালোচনা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে?Così il Buddhismo ha deciso di condividere le aspre critiche già fatte alla comunità cristiana?
32বৌদ্ধ ধর্মের প্রতি জনগণের মনোভাব ভালো ছিল। কিন্তু এখন পুরোহিতদের অবৈধ জুয়া তা শেষ করেছে।Un tempo l'opinione pubblica nei confronti del Buddhismo era molto buona, ma adesso il caso del gioco d'azzardo dei monaci ha rovinato tutto.
33এবং তিনি আরো বলেন [ko]:e aggiunge [ko]:
34যোগী ক্রমের পুরোহিতগণ রাতব্যাপী জুয়া খেললেন।I monaci dell'ordine Jogye hanno organizzato scommesse notturne.
35এটা কি সেই ধর্ম যা বিশ্বের সেবা করে নাকি এই দুনিয়া সেসব লোকদেরই পালন করছে যারা ধর্মের আবরণে লুকিয়ে থাকেE' la religione che cura il mondo OPPURE è il mondo a curare queste persone che si nascondono sotto il nome della religione?