Sentence alignment for gv-ben-20130102-34614.xml (html) - gv-ita-20130101-72251.xml (html)

#benita
1মিশর: জনগণ বিনামূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার চায়Egitto: la gente vuole software libero e open source
2মধ্যপ্রাচ্যের উত্থানে প্রযুক্তির মুক্তিদাতার ভূমিকা সম্পর্কে অনেক বলা হলেও অঞ্চলটিতে প্রযুক্তির মুক্তিদানে উত্থান পারস্পরিক যে ভূমিকাটি এখনো পালন করতে পারে সে সম্পর্কে বলার আরো কিছু বাকি রয়েছে।Si è detto molto sul ruolo primario avuto dalla tecnologia nelle rivolte in Medio Oriente e Nord Africa, ma fra le altre cose va aggiunto che tali rivolte devono ancora darsi da fare per facilitare l'accesso alle nuove tecnologie nella regione.
3এই বুধবারে (২৬শে ডিসেম্বর) মিশরের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা তার সাম্প্রতিক একটি সভার সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে।Mercoledì scorso, sulla pagina ufficiale Facebook del Primo Ministro egiziano è apparso [ar] un comunicato in cui il governo dichiara di voler spendere 43.8 milioni di dollari per l'acquisto di licenze software dei prodotti Microsoft.
4এতে সরকার ৪কোটি ৩৮লক্ষ ডলার (প্রায় বাংলাদেশী ৩৫০ কোটি টাকা) মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স এবং সফ্টওয়্যার পণ্য লাভের জন্যে খরচ করতে সম্মত হয়েছে।
5সংবাদটি পড়ে অনেক মিশরীয় নাগরিক তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।Molti cittadini egiziani hanno subito espresso rabbia e disappunto.
6@আরআরকোয়ালিশন: সরকার মাইক্রোসফ্ট থেকে সফ্টওয়্যার নেওয়ার জন্যে ৪কোটি ৪০লক্ষ ডলার খরচ করছে, আর অন্যদিকে তারা দাবি করছে রাষ্ট্র প্রায় দেউলিয়া।@rrcoalition: Il governo paga 44 milioni di dollari per il software Microsoft quando loro stessi hanno dichiarato che lo Stato è sull'orlo della bancarotta.
7আয়া_আয়মান: হ্যাঁ, কারণ সরকার (তো) মিশরের সব দরিদ্র এবং গৃহহীনদের খাইয়েছে আর আশ্রয় দিয়েছে, আর মাত্র কয়েক লক্ষ অবশিষ্ট রয়েছে! তারপরেও জনগণ বিপুল পরিমাণ টাকা ব্যয়ের কারণে ক্ষুদ্ধ তা নয়।@Aya_Ayman: Certo, perché il governo ha già dato pane e una casa a tutti i poveri e i senzatetto d'Egitto e ha giusto giusto qualche milione extra d'avanzo!
8বরং তারা প্রধানতঃ অপেক্ষাকৃত কম খরচে শ্রেয়তর বিকল্প দেখতে পেয়ে খাপ্পা এবং যা কিনা স্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন সম্প্রদায়ের বিকাশে সাহায্য করতে পারতো।Nonostante tutto, la gente non sembra prendersela per l'ingente somma di denaro in sé, bensì perché vedono alternative migliori che potrebbero costare meno e aiutare lo sviluppo della comunità software locale.
9সামোরা আলী (@সামোরাআলি) এই ব্যানারটি টুইটারে ভাগাভাগি করেছেন।Samar Ali (@SaMoRaAli) condivide questo banner su Twitter.
10@গুয়ে৩বারা: এই (পরিমাণ) অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারের মুক্ত উৎস (ওপেন সোর্স) সফ্টওয়্যার ব্যবহারের জন্যে বিকল্প সমাধান খুঁজে বের করতে সরকার স্থানীয় সফ্টওয়্যার উন্নয়নকারীদের কাছে মাত্র দশ লক্ষ ডলার করলেই হতো।@Gue3bara: Anziché spendere questi soldi, il governo avrebbe potuto investire un milione soltanto sugli sviluppatori software locali per trovare soluzioni alternative grazie all'utilizzo di software Open Source [it].
11ওমর একে মুক্ত উৎস সফ্টওয়্যারের অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন:Omar Ak spiega in breve cos'è il software libero e Open Source:
12@আই৩এমমুর: পিটি (পূর্বের টুইট) - মুক্ত উৎস (সফ্টওয়্যার) বিনামূল্যের পাশাপাশি পরিবর্তন করা যায় এবং নবায়নের দাবি করে না।@i3mmoor: Pt - l'Open Source, oltre ad essere gratuito, può essere modificato e non richiede il rinnovo delle licenze.
13#মুক্তমিশর.#OpenEgypt.
14উন্নয়নের জন্যে জ্ঞানে প্রবেশাধিকার কেন্দ্রের (এটুকেফরডি) প্রতিষ্ঠাতা পরিচালক এবং মুক্ত আফ্রিকা উদ্ভাবন গবেষণা প্রকল্পের (মুক্ত এ. আই.Nagla Rizk [ar], fondatore e direttore del centro Access to Knowledge for Development (A2K4D [ar]) e membro del comitato di direzione del progetto Open Africa Innovation Research (Open A.I.R [en]), aggiunge su Twitter:
15আর) পরিচালনা পর্ষদের সদস্য নাগলা_রিজক টুইটারে যোগ করেছেন:
16@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে এই চুক্তিটি মিশরীয় বাজারে এর উপস্থিতি বৃদ্ধি করা ছাড়াও বাজারে স্থানীয় ছোট ছোট বিশেষ করে মুক্ত উৎস সফ্টওয়্যারের উপর নির্ভরশীল কোম্পানীগুলোর সম্ভাবনা হ্রাস করবে।@naglarzk: Questo accordo non solo aumenta la presenza di Microsoft sul mercato egiziano, ma riduce anche la possibilità per le piccole aziende locali di competere, specialmente quelle che si affidano al software Open Source.
17@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে ৪কোটি ৩০লক্ষ ডলারের চুক্তিটি #মিশরের জন্যে বিশেষ করে বিপ্লবোত্তর স্বচ্ছতা, সহযোগিতার ও স্বাধীনতার প্রতিশ্রুতির পর বাস্তব বিপত্তি।@naglarzk: I 43 milioni di dollari di accordo commerciale con Microsoft sono davvero una battuta d'arresto per l'#Egitto, specialmente dopo la rivoluzione e le sue promesse di apertura, collaborazione e libertà.
18#মুক্তমিশরOpenEgypt
19হোসাম এল-হামালাউয়ি (@৩অ্যা্রাবাউয়ি) কেন এই চুক্তিটি অনুমোদন করা উচিৎ নয় তার আরো বিস্তারিত কারণ [আরবী ভাষায়] প্রকাশ করেছেন।Hossam El-Hamalawy (@3arabawy) pubblica in dettaglio altre ragioni [ar] secondo le quali questo accordo non andrebbe firmato.
20এবং আরো অন্যান্য অনেক সংস্থা ও ব্যক্তিবর্গ এই পিটিশনটিতে [আরবী ভাষায়] স্বাক্ষর করতে শুরু করেছে।Intanto, molte altre organizzazioni, così come singoli utenti, hanno firmato l'apposita petizione [ar].
21ঘটনাবলী এখানেই থেমে নেই। বরং মিশরের ওপেন সোর্স কমিউনিটির সদস্যরা ৩০শে ডিসেম্বর তারিখে মন্ত্রীপরিষদের সামনে একটি মৌন বিক্ষোভের আহবান জানিয়েছে।La cosa non si é fermata qui, ma i membri della comunità Open Source egiziana hanno proposto una dimostrazione silenziosa davanti al Parlamento [ar], oltre ad altre manifestazioni organizzate [ar] in diverse città.
22মিশরের বিভিন্ন স্থানে আরো অন্যান্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে হচ্ছে।
23আর এখন জনগণকে মুক্ত উৎস সফ্টওয়্যার এবং এর সুবিধা সম্পর্কে জানিয়ে দিতে #মুক্তমিশর হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে।L'hashtag #OpenEgypt viene ora utilizzato anche per informare la gente sul mondo del software libero e Open Source, e sui suoi molteplici vantaggi.