# | ben | ita |
---|
1 | পুয়ের্টো রিকো: অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে অনলাইনে প্রচারণা | Porto Rico: campagna online contro i parti cesarei non necessari |
2 | পুয়ের্টো রিকোতে মার্চ মাসের প্রথম সপ্তাহে অপ্রয়োজনীয় সিজারিয়ান এই নামে প্রচারণার কাজ শুরু হয়, উদ্দেশ্য অধিক সংখ্যক সিজারিয়ান জন্ম বন্ধ করা: তাদের সিজারিয়ান অপারেশন অধিকাংশ পূর্ব নির্ধারিত যা চিকিৎসা শাস্ত্রের বিবেচনায় অপ্রয়োজনীয়। | Cesareo inutile: è il nome di una campagna lanciata nella prima settimana di marzo a Porto Rico allo scopo di frenare l'alta percentuale di parti cesarei nella nazione, essendo molti di questi programmati e non dovuti a reali necessità mediche. |
3 | ছবি ইউজিন লুকিনিন সিসিবাই | Gravidanza, di Eugene Luchinin su licenza CC |
4 | এই প্রচারণায় হিপ হপ গানের ভিডিওতে মা দের কাছে আহবান জানানো হয়েছে সিজারিয়ান অপারেশনের করার সিদ্ধান্ত নেবার আগে প্রয়োজনীয় তথ্য জানতে হবে। | La campagna si incentra su un video relativo a una canzone hip hop che intende sollecitare le future mamme a informarsi meglio prima di accettare un taglio cesareo quale procedura obbligatoria. |
5 | প্রচারণার পাতা অনুসারে, পুয়ের্টো রিকোতে অর্ধেক সংখ্যক শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় যেখানে প্রসব পথ দিয়ে জন্মানোর পরিবর্তে মা দের তলপেট কেটে শিশুদের ভূমিষ্ঠ করানো হয়। | Secondo la pagina dedicata alla campagna [es, come gli altri link tranne ove diversamente indicato], circa la metà dei neonati di Porto Rico nasce da tagli cesarei, in cui il neonato è partorito attraverso un'incisione all'addome e utero della madre, invece di nascere naturalmente attraverso un parto vaginale. |
6 | জটিলতার কারণে মা অথবা শিশু যখন ঝুঁকির মধ্যে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে, বেশীর ভাগ সময়ই জীবন বাঁচানোর জন্য সিজারিয়ান অপারেশন কার্যকরী, ঐচ্ছিক সিজারিয়ান অপারেশন স্বাভাবিক প্রসবের চেয়ে মা ও শিশুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ । | I cesarei possono indubbiamente salvare la vita in molti casi in cui si presentino complicazioni tali da poter mettere a rischio la madre o il bambino; tuttavia i tagli cesarei elettivi [it] potrebbero anche sottoporre mamma e bambino a rischi ancora più alti di un parto naturale. |
7 | হিপ-হপ ভিডিও প্রচারণায়, কিছু ডাক্তারকে দেখানো হয়েছে যে স্বাস্থ্যের চেয়ে সুবিধার জন্য স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষার চেয়ে সিজারিয়ান অপারেশন দ্বারা শিশুর জন্মের মাধ্যমে অধিক সংখ্যক মহিলাকে সেবা দিতে পারে। | Nel video hip-hop della campagna, vi è un'immagine dei dottori che li riprende come se fossero spinti dalla convenienza più che da motivi di salute nella decisione di far nascere bambini attraverso tagli cesarei; questi ultimi vengono considerati un modo per trattare le donne in maniera più rapida piuttosto che lasciarle nell'attesa che la natura faccia il suo corso. |
8 | প্রস্তাবিত সমাধান [স্প্যানিশ ভাষায়] হিসাবে, অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি যা প্রত্যাশিত মাকে রোগীতে পরিণত করে, তা দূর করার জন্য তারা অধিক সংখ্যক মানুষকে ধাত্রী হিসাবে প্রশিক্ষণের আহবান জানিয়েছে । | Come soluzione, si propone una maggiore formazione a carico puericultrici o ostetriche per assistere ai parti naturali, eliminando le inutili procedure mediche che fanno della madre in attesa una paziente. |
9 | সিজারিয়ান বিরোধী আন্দোলনের প্রধান অঙ্গীকার হচ্ছে বৈধ ও আকর্ষণীয় মানবীয় প্রসব এর জন্য যুক্তিগ্রাহ্য প্রতিরোধ প্রচারণার মাধ্যমে পুয়ের্টেো রিকোর মহিলাদের ক্ষমতায়ন করা - যেখানে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার মুখোমুখি উচ্চ মাত্রার সিজারিয়ান অপারেশন এবং মা ও শিশুর অপ্রয়োজনীয় চিকিৎসার হস্তক্ষেপ। | L'impegno principale di inne-CAESAREAN è la promozione del senso di legittimazione delle donne portoricane ad affrontare il grave problema della sanità pubblica, quest'ultimo rappresentato dall'alto tasso di tagli cesarei e interventi medici superflui per la madre e il bambino durante il parto. Per raggiungere tale obiettivo si punta a una convalidata, attuale e allettante campagna di prevenzione relativa all'umanizzazione del parto. |
10 | ভিডিও নির্মাণে দেখা যাচ্ছে যে, গর্ভবতী মহিলা, মা, শিশু, পিতামাতা, ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী এবং আরও অনেকে ভিডিও প্রচারণার কাজে অংশ নেওয়ায় মাধ্যমে ৫০ জনেরও বেশী মানুষ এই প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়েছে। | La preparazione del video mostra il processo che ha messo insieme oltre 50 persone per la sua registrazione, tra cui donne incinte, mamme, bambini, genitori, studenti, professionisti della salute e molti altri. |