Sentence alignment for gv-ben-20120218-22840.xml (html) - gv-ita-20120219-54332.xml (html)

#benita
1সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়িকে আবার গ্রেফতার করা হয়েছেSiria: nuovamente arrestata (e rilasciata) Razan Ghazzawi con altri attivisti
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।La blogger siriana e attivista pro diritti umani, Razan Ghazzawi, è stata rilasciata sabato insieme alle sue colleghe.
3সিরিয়ার নিরাপত্তা বাহিনী, দেশটির ব্লগার এবং বাক স্বাধীনতার সোচ্চার প্রবক্তা রাজান ঘাজ্জাউয়িকে মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে পুনরায় গ্রেফতার করেছে।La notizia è arrivata tramite la sorella di Razan, che ha scritto su Twitter sabato sera:
4এই একটিভিস্ট যেখানে কাজ করেন, দামেস্কের সেই মত প্রকাশ কেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে।@NadineGhazzawi: Mia sorella è a casa :) ma non può più lasciare il Paese…non glielo permettono.
5ঘাজ্জাউয়ির সাথে তার ১৩ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে উক্ত কেন্দ্রের প্রধান মাজেন দারুয়িশও আছেন।Tuttavia i colleghi uomini di Razan risultano ancora in prigione, secondo la pagina Facebook Free Razan:
6সিরীয় সরকার এই নিয়ে দ্বিতীয়বারের মত রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করল।Razan e tutte le altre donne del Centro sono LIBERE , Razan è LIBERA!
7ডিসেম্বর ২০১১-এ অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা নামক সম্মেলনে যাবার সময় সিরিয়া জর্ডান সীমান্তে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়।Giovedì 16 febbraio le forze di sicurezza siriane avevano arrestato Razan Ghazzawi durante un'irruzione negli uffici del Centro Siriano per la Libertà di Espressione di Damasco dove lavora la ragazza.
8তারা এই গ্রেফতার অনলাইনে প্রচণ্ড শোরগোলের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক প্রচারণায়, তাকে দ্রুত ছেড়ে দেবার আহ্বান জানানো হয়।Ghazzawi è stata arrestata insieme ad altri suoi 13 colleghi, incluso il direttore del centro, Mazen Darwish.
9ঘটনাক্রমে ১৫ দিন কারাগারে রাখার পর, তাকে ছেড়ে দেওয়া হয়।Questa è la seconda volta che Razan Ghazzawi viene arrestata dalle autorità siriane.
10গত বছরের ডিসেম্বরে রাজানকে গ্রেফতারের পর রাজানকে মুক্ত কর নাম এক পোস্টার, যা তার মুক্তির আহ্বান জানিয়ে সমর্থকরা প্রকাশ করে।
11ঘাজ্জাউয়ি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সিরিয়ার একজন ব্লগার যে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকে।La prima volta è avvenuta lo scorso dicembre lungo il confine siriano-giordano mentre Ghazzawi era in viaggio per partecipare ad una conferenza sulla libertà di parola online.
12সে হচ্ছে সিরিয়ার সেই সমস্ত অল্প কয়েকজন ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে।Il suo arresto ha causato clamore ed è stata lanciata una campagna internazionale per chiedere il suo immediato rilascio.
13এমনি প্রথমবার গ্রেফতার হবার পরেও, সে তার স্বনামে লিখে গেছে।Razan alla fine è stata rilasciata dopo aver trascorso 15 giorni in prigione.
14সিরিয়ার ব্লগ নিদালাত [ আরবী ভাষায় ] প্রথম এই সংবাদটি প্রদান করে, ব্লগটি এই ঘটনায় নীচের এই বিবৃতিটি প্রদান করেছে:Ghazzawi è una blogger siriana nata negli Stati Uniti che collabora con Global Voices Online e Global Voices Advocacy.
15আমরা, সিরিয়ার আইন অধ্যায়ন এবং গবেষণা কেন্দ্র, তার এই গ্রেফতারের নিন্দা জানাই এবং তাকে [ একটিভিস্ট] দ্রুত ছেড়ে দেবার জন্য সিরীয় সরকারে কাছে আহ্বান জানাছি।E' una dei pochi coraggiosi blogger che scrivono in Siria con il loro vero nome, e ha continuato a farlo anche dopo il primo arresto.
16আমরা এই গ্রেফতারে ঘটনাকে, সিরীয় সরকার যে মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার কথা বলে, সরকারের তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ হিসেবে বিবেচনা করছি , যারা বাক স্বাধীনতার পক্ষে কথা বাল কন্ঠকে চেপে ধরতে চায়।
17তারা [সিরীয় সরকার] স্বচ্ছতা, আলোচনা এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে মিথ্যা দাবী করছে।Il blog siriano Nidalat era stato uno dei primi a diffondere la notizia, pubblicando la seguente dichiarazione:
18এই সংবাদ নেট নাগরিকরা প্রথম বিশ্বাস করতে চায়নি, যারা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া প্রদান করেছে। রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি টুইট করেছে:Noi del Centro Siriano per gli Studi e Ricerca Legali condanniamo questo arresto e chiediamo alle autorità siriane di rilasciare gli attivisti immediatamente.
19@নাদিনঘাজ্জাউয়ি:তারা আমার বোন রাজান ঘাজ্জাউয়িকে আবার গ্রেফতার করেছে! আজ সন্ধ্যায় তাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়।Pensiamo che questa azione contro coloro che difendono la liberà di espressione confermi la posizione delle autorità siriane che vogliono reprimere qualsiasi voce che sostiene tale libertà.
20এই ঘটনায় সাংবাদিক আহমেদ শিহাব এলদিন শোকার্ত @এএসএ:#সিরিয়া এবং বাক স্বাধীনতার (#ফ্রিস্পীচ)-এর জন্য আরেকটি বেদনাদায়ক দিন।Questo fatto espone le false dichiarazioni del governo siriano sull'apertura, sul dialogo e la riforma costituzionale.
21বিসিরিয়া, গ্রেফতার হবার আগে রাজানের সাথে তার সর্বশেষ কথোপকথনটি স্মরণ করেছেনঃLa notizia ha causato incredulità tra i netizen che non hanno tardato a reagire.
22@বিসিরিয়া: গতকাল আমি রাজান-এর সাথে কথা বলেছি।Nadine Ghazzawi, sorella di Razan, ha scritto su Twitter:
23আমি তাকে জিজ্ঞেস করেছিলামঃ “ আপনাকে কি হয়রানী করা হচ্ছে?@NadineGhazzawi: Hanno arrestato di nuovo mia sorella Razan Ghazzawi!
24তিনি বললেন, না আমি আপনাকে বলছি, যে আমি ততটা গুরুত্বপূর্ণ নই” #ফ্রিরাজান#ফ্রি।E' stata arrestata stasera mentre era al lavoro al centro di Damasco
25ঘাজ্জাউয়ির গ্রেফতারের বিষয়ে আরো প্রতিক্রিয়ার জন্য দয়া করে টুইটারে #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ যাচাই করুন।Questo ulteriore episodio repressivo continua a essere seguito su Twitter tramite l'hashtag #FreeRazan e con una nuova pagina su Facebook.
26তাঁর মুক্তির আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পাতাও তৈরি করা হয়েছে।[ L'ultimo aggiornamento risale alla serata di sabato 18 febbraio 2012 ]
27এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসিতেও পোস্ট করা হয়েছে।