Sentence alignment for gv-ben-20140409-42658.xml (html) - gv-ita-20140329-91267.xml (html)

#benita
1রাশিয়ান পুরুষদের সাথে যৌন সম্পর্ক বর্জনের ডাক ইউক্রেনীয় নারীদেরLe donne ucraine attuano il boicottaggio sessuale contro gli uomini russi
2ইউক্রেনিয়ান নারীদের যৌন সম্পর্ক বর্জন।Boicottaggio sessuale delle donne ucraine.
3“কোন রুশকে এটি দিও না” প্রচারাভিযানের লোগো এবং স্লোগান।Logo e slogan “Non darla a un russo”.
4রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের ফলে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ব্যাপারে এখন আলোচনা চলছে।
5তবে বিষয়টি যেন ইউরোপিয়ান রাজনীতির আরেকটি গতানুগতিক ঘটনায় পরিনত হতে যাচ্ছে। তবে যেকোন ভাবেই হোক, এটি পরিবর্তিত হচ্ছে।Sulla scia dell'annessione russa della Crimea e dei discorsi sulle sanzioni internazionali, sembra che siamo di fronte all'ennesima azione banale della politica europea.
6এ সপ্তাহে ইউক্রেনে একটি সৃজনশীল বর্জন কার্যক্রম শুরু হয়েছে।Tuttavia, le cose potrebbero essere diverse.
7এই সৃজনশীল বর্জন কার্যক্রমটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।Questa settimana in Ucraina è iniziato un boicottaggio creativo che sta attirando sempre più l'attenzione degli utenti russi di internet.
8ইউক্রেনিয়ান নারীরা “কোন রুশকে এটি দিও না” শিরোনামে একটি নতুন প্রচারাভিযানের আয়োজন করেছেন।Le donne ucraine stanno organizzando una campagna chiamata “Non darla a un russo”- un embargo sessuale contro gli uomini russi.
9এই প্রচারাভিযানটি হচ্ছে রাশিয়ান পুরুষদের বিরুদ্ধে একটি যৌন নিষেধাজ্ঞা।
10এই প্রচেষ্টা রাশিয়ান ভোক্তা পণ্যের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের পরিপূরক হিসেবে কাজ করছে।
11এমনকি এই প্রচারাভিযানের কাজে সারা ইউক্রেন জুড়ে প্রধান প্রধান সড়কে স্থাপিত কয়েকটি বিলবোর্ডও ব্যবহার করা হয়েছে।
12যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানটি ইতোমধ্যে তাঁদের নিজেদের টি-শার্ট তৈরি করেছে। টি-শার্ট গুলোতে তাদের দাপ্তরিক লোগো ব্যবহার করা হয়েছে।Questa iniziativa si inquadra in una più ampia azione di boicottaggio [ru] contro i beni di consumo russi, già promossa su alcuni cartelloni [en] lungo le autostrade ucraine.
13লোগোতে দেখা যাচ্ছে, দুইটি হাত একসাথে জড়িয়ে ধরে একটি উন্মুক্ত যোনিপথের মতো আকৃতি দেয়া হয়েছে (উপরে দেখুন)। টি-শার্টটিতে একটি স্লোগানও লেখা আছে ।Questo boicottaggio sessuale ha già la sua linea di magliette, tutte con il logo ufficiale: due mani accostate l'una all'altra a formare quella che sembra essere una vagina aperta (vedi sopra).
14স্লোগানটি হচ্ছেঃ “কোন রুশকে এটি দিও না!” স্লোগানটির নিচে ইউক্রেনিয়ান কবি তারাস শেভচেনকোর লেখা একটি কবিতা “কাতেরিনার” একটি চরণ লেখা রয়েছে।Sotto lo slogan recita: “Non darla a un russo!”, seguito da un verso [en] del poeta ucraino Taras Shevchenko, tratto dalla sua opera del 1838, “Kateryna”: “O dolce fanciulla, innamorati, ma non dei Moskaly [termine storicamente usato in Ucraina per fare riferimento ai russi].”
15কবিতাটি তিনি ১৮৩৮ সালে লিখেছিলেন। চরণটি হচ্ছেঃ “ও সুন্দরী প্রেয়সী, প্রেমে পড়ো, তবে কোন মোসকালির [রুশ পুরুষের] প্রেমে পড়ো না।”Il 23 marzo, gli utenti russi hanno iniziato a far circolare su internet una fotografia di Valeriya Novodvorskaya, un'esponente dell'opposizione, con indosso una delle magliette del boicottaggio sessuale.
16এদিকে গত ২৩ মার্চ তারিখ থেকে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা এই যৌন সম্পর্ক বর্জনের টি - শার্ট পড়া বিরোধী দলীয় নেতা ভালেরিয়া নোভোদভোরস্কির একটি আলোকচিত্র প্রচার করতে শুরু করেন।La Novodvorskaya, nota per il suo aspetto bizzarro e per l'inclinazione a sostenere le teorie sulle cospirazioni, è russa, ma molti online sono pronti a credere che un'oppositrice russa potrebbe unirsi al boicottaggio, in solidarietà all'Ucraina contro il Cremlino.
17নোভোদভোরস্কি একজন রুশ নাগরিক, যিনি তার অদ্ভুত চেহারা এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য কুখ্যাত।Il membro del parlamento russo Robert Shlegel, ad esempio, ha diffuso su Twitter la foto con il commento seguente:
18কিন্তু অনলাইনে অনেকেই এ ব্যাপারটি বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন যে একজন রুশ বিরোধী দলের নেতা হয়েও রাশিয়ার ক্রেমলিন দখলের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই নিষেধাজ্ঞায় যোগদান করবেন।
19উদাহরণস্বরূপ, রুশ পার্লামেন্টের সদস্য রবার্ট শেল্গাল নিম্নলিখিত মন্তব্যের সঙ্গে এই ছবিটি টুইট করেছেন:Con una sola fotografia Valeriya Novodvorskaya ha distrutto il boicottaggio sessuale ucraino in un colpo solo. :)
20একটি ছবি দিয়েই ভালেরিয়া নোভোদভোরস্কি সম্পূর্ণ ইউক্রেনীয় লিঙ্গের-বয়কট কার্যক্রমকে এর অন্তঃস্থলেই ধ্বংস করেছেন।
21উল্লেখ, ছবিটি ফটো-শপের মাধ্যমে তৈরি করা হয়েছে।Come si nota, l'immagine è il risultato di un ritocco con photoshop.
22ছবিটি ২০১৩ সালের জুলাই মাসে রাশিয়ান-ইজরায়েলি সম্পর্কের (পটভূমিতে তাই ইজরায়েলি পতাকা) উপর নোভোদভোরস্কির দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তোলা।La fotografia risale ad un'intervista [ru] che la Novodvorskaya aveva concesso a luglio 2013, in merito alle relazioni russo-israeliane (questo spiega la presenza della bandiera israeliana sullo sfondo).
23ব্যতিক্রমী সম্পাদনা দক্ষতার কেউ একজন নোভোদভোরস্কির এই বর্জনমূলক টি - শার্ট সংস্করণের ছবিটি তৈরি করেছেন, যেটি অনলাইনে বিদ্রুপ এবং খারাপ জনসংযোগ তৈরি করেছে।Qualcuno, dotato di grande abilità di editing, è riuscito a riprodurre la maglietta simbolo del boicottaggio sessuale, dando avvio ad una valanga di prese in giro e pessime relazioni pubbliche online.
24স্পষ্টতই, ফটোশপ ব্যবহার করে আপনি যা করতে পারেন।Cosa si può fare con photoshop, apperentemente.
25এই মুহূর্তে যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের ফেসবুক গ্রুপে কেবল মাত্র ১৫৬ জন সদস্য রয়েছেন। তবে প্রচারাভিযানটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে।Per adesso, il gruppo di Facebook [ua] dedicato al boicottaggio sessuale conta appena 156 membri, ma la campagna si è diffusa enormemente tra gli utenti russi di internet, i quali hanno fatto girare una fotografia di due donne che indossano le magliette ufficiali del boicottaggio (vedi sotto).
26দাপ্তরিক টি-শার্ট (নিচে দেখুন) পরিহিত দুইজন নারীর একটি ছবি রাশিয়ান নেটিজেনরা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন।Non sorprende che la maggior parte dei netizen russi che hanno risposto al boicottaggio siano uomini, pronti a fare battute sessiste sull'iniziativa.
27প্রত্যাশিতভাবে এই বর্জনের প্রতি প্রতিক্রিয়া জানানো বেশিরভাগ রাশিয়ান নেটিজেনই হচ্ছেন পুরুষ।Egor Prosvirnin, caporedattore del sito web nazionalista russo Sputnik & Pogrom, ha pubblicato [ru] su Facebook un post sull'embargo sessuale, definendo le sue promotrici delle prostitute.
28তারা এই প্রচারাভিযানে চিড় ধরাতে এর সম্পর্কে যৌন বৈষম্যবাদী কৌতুক করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।Molti altri [ru] hanno fatto altrettanto su LiveJournal e altre pagine.
29রুশ জাতীয়তাবাদী ওয়েবসাইট স্পুটনিক এবং পোগ্রমের প্রধান সম্পাদক এগর প্রসভিরনিন এই যৌন নিষেধাজ্ঞা সম্পর্কে ফেসবুকে লিখেছেন।
30তিনি এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের পতিতা বলে আখ্যায়িত করেছেন।Ragazze calendario per il boicottaggio del sesso?
31লাইভজার্নাল এবং আরও কয়েকটি ওয়েবসাইটে অন্যান্যরাও একই ধরনের কৌতুক করেছেন।Infatti le due ragazze nella fotografia di cui sopra sono delle note professioniste (e non della “vecchia” [it] specie).
32পোস্টারের মেয়েরা যৌন সম্পর্ক বর্জনের আহ্বান করছেনA sinistra Katerina Venzhik [ua], caporedattore del sito web di informazione Delo.
33তবে উপরে দেওয়া ছবিটির দুইজন নারী পেশায় বেশ প্রসিদ্ধ (এবং তারা “বয়স্ক” ধরনের নারী নন)।UA, e a destra Irina Rubis [ua], amministratore delegato del portale web di business Ekonomika Communication Hub [en].
34ছবিতে (বায়ে) আছেন খবরের ওয়েবসাইট ডেলো ডট ইউএ'র প্রধান সম্পাদক ক্যাটেরিনা ভেনঝিক এবং (ডানে) আছেন ব্যবসা বিষয়ক ওয়েব পোর্টাল ইকনমিকা কমিউনিকেশন হাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিনা রুবিস।
35ছবিটি গত ২১ মার্চ, ২০১৪ তারিখে ডেলো ডট ইউএ'র একটি অনুষ্ঠানে তোলা হয়েছে।La fotografia è stata scattata il 21 marzo 2014, in occasione di un evento [ua] oragnizzato da Delo.
36সে অনুষ্ঠানে ভেনঝিক ওয়েবসাইটের “ইউক্রেনের শীর্ষ ১০০ নারী ব্যবসায়ী” প্রতিযোগীতার চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন।UA, durante il quale Venzhik ha annunciato le finaliste della competizione del sito: “Classifica delle 100 donne d'affari dell'Ucraina”.
37সে অনুষ্ঠানটিতে রুবিসও উপস্থিত ছিলেন।Rubis, che era stata invitata, ha posato con Venzhik per alcune fotografie.
38সেখানে তিনি এবং ভেনঝিক ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।In uno degli scatti, entrambe le donne indossano sopra ai loro vestiti le magliette del boicottaggio sessuale.
39একটি ছবিতে এই দুইজন মহিলা তাদের জামার উপর যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের টি-শার্টটি পড়ে আছেন।
40যৌন সম্পর্ক বর্জনের এই ধারনাটি কমপক্ষে ২,৪২৫ বছর পুরনো।Il concetto di boicottaggio sessuale ha almeno 2.425 anni.
41কোন না কোন ভাবে এত বছর আগে গ্রিকরা প্রথম লেসিস্ট্রাটা নামে একটি নাটক মঞ্চস্থ করেছিল। সেই প্রহসনমুলক নাটকটিতে জোর করে পেলোপোনেশিয়ান যুদ্ধের অবসানের জন্য গ্রিক নারীরা তাদের স্বামী এবং প্রেমিকদের সাথে তাদের যৌন সম্পর্ক বর্জন করেছিলেন।È ciò che i greci, tanto tempo fa, misero in scena in Lisistrata [it], una commedia sulle donne greche che impiegarono la tattica del rifiuto dei priviliegi sessuali ai loro mariti e amanti per obbligarli a porre fine alla Guerra del Peloponneso.
42এথেন্স ঐ যুদ্ধে পরাজিত হওয়ার সাত বছর আগে নাটকটি লেখা হয়েছিল।L'opera fu scritta sette anni prima che Atene perdesse la guerra.
43আশা করা যাচ্ছে, ইউক্রেনিয়ানদেরও হয়তোবা এখন থেকে সাত বছর পর অর্থাৎ ২০২১ সালে সেই অনুগ্রাহকের ভাগ্য বরণ করে নিতে হতে পারে।Non si può che auspicare che le donne ucraine ottengano un risultato migliore nei prossimi sette anni, nel 2021.