Sentence alignment for gv-ben-20100628-11437.xml (html) - gv-ita-20100616-20805.xml (html)

#benita
1মিশর: তালাক নেওয়া কপ্টরা কি পুনরায় বিয়ে করবে?Egitto: i Copti divorziati hanno il diritto di risposarsi?
2কপ্ট চার্চের প্রধান পোপ তৃতীয় সেনুডা তালাক বা বিবাহ বিচ্ছেদ গ্রহণ করা কপ্টদের পুনরায় বিয়ে ব্যাপারে যে নীতি প্রকাশ করেছিলেন মিশরীয় সর্বোচ্চ প্রশাসনিক আদালত সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করেছে।
3আদালত কপ্ট বিবাহ বিচ্ছেদ গ্রহণ করা নাগরিককে পুনরায় বিয়ের ব্যাপারে অনুমতি প্রদান করেছে। কপ্টরা মিশরের আদিবাসী খ্রিস্টান এবং উইকিপিডিয়ার সূত্রানুসারে,La Corte Suprema amministrativa egiziana ha emesso una sentenza che obbliga il Papa copto Shenouda III, patriarca d'Alessandria, a concedere ai copti divorziati il diritto di convolare a seconde nozze.
4পুরো মধ্যপ্রাচ্যে মধ্যে মিশরের কপ্টরা সবচেয়ে বড় খ্রিস্টান সম্প্রদায় এবং এই অঞ্চলে তারা সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়।
5মিশরের ৮ কোটি জনতার মধ্যে খ্রিস্টান সম্প্রদায় ২০ শতাংশের কম বেশির প্রতিনিধিত্ব করে অথবা তারা ৬ শতাংশের সামান্য বেশি, যদিও এই হিসেব প্রচণ্ড কম বেশি (এর জন্য মিশরে ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যা দেখুন)।
6খ্রিস্টান জনসংখ্যার আবার ৯৫ শতাংশ স্থানীয় আলেকজান্দ্রিয়ার কপ্ট চার্চের অধীন।
7অবশিষ্ট (প্রায় ৮০০,০০০) জন কপ্ট ক্যাথলিক এবং অন্যরা বিভিন্ন কপ্ট প্রোটেস্টান্ট চার্চের অনুসারী।
8মিশরে কপ্টদের বিয়ে, বিচ্ছেদ এবং পুনরায় বিয়ে বেশ সংবেদনশীল বিষয়।
9মুসলমানদের বিয়ে পুরোপুরি আইনগত বন্ধন।Il Papa ha respinto la decisione.
10যেখানে মাজউন এক মুসলিম বিয়ে নিবন্ধনকারী সরকারি কর্মচারি।I copti sono i Cristiani d'Egitto e, secondo Wikipedia [en]:
11কিন্তু একই সাথে সে বিচার মন্ত্রণালয়ের অধীনে আদালতে গিয়ে বিয়ে করার ক্ষেত্রেও (সিভিল ম্যারেজ) বিয়ের নিবন্ধনকারী বটে।…costituiscono la più importante comunità cristiana del Medio Oriente, oltre che la più vasta minoranza religiosa nella regione.
12কিন্তু খ্রিষ্টান সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের ধর্মীয় বিয়েকে বৈধতা দেবার জন্য তাদের অবশ্যই সরকারি (সিভিল) কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত করতে বাধ্য।
13এই বিষয়টি চার্চকে প্রভূত ক্ষমতার অধিকারী করেছে; যদিও খ্রিষ্টানরা সাধারণ বা রাষ্ট্রীয় আইনে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে।
14যদি তারা সাধারণভাবে রাষ্ট্রীয় আইনে বিয়ে বিচ্ছেদ ঘটায়, সেক্ষেত্রে চার্চ পুনরায় তাদের বিয়ে দেয় না। এর ফলে রাষ্ট্র নতুন করে বিয়ে করা দম্পতিদের স্বীকৃতি দিতে পারে না।I Cristiani rappresentano il 20% o meno della popolazione generale, superiore agli 80 milioni di Egiziani, mentre secondo altre stime non raggiungerebbero più del 6%, (si veda ancora Wikipedia [en]).
15এই বিষয়টি কপ্ট অর্থোডক্স খ্রিষ্টানদের বিশেষ ভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে যখন পোপ তৃতীয় সেনুডা তার দল নিয়ে আরো রক্ষণশীল এক পথ বেছে নেন।
16১৯৭১ সালে আলেকজান্দ্রিয়ার ইভানজেলিস্ট (সেন্ট মার্ক দি ইভানজেলিস্ট) চার্চের ১১৬ তম উত্তরসূরি হন।
17স্বল্প সংখ্যক কপ্ট অর্থোডক্স ইভানজেলিক খ্রিষ্টানদের সাথে যোগদান করেছে, যাদের দেখা হয় অনেক বেশি ধর্মীয় আচার পালনকারী, কিন্তু এর দ্বারা কম ভারাক্রান্ত জনগোষ্ঠী।
18যারা অনেক বেশি কল্যাণের প্রতি মনোযোগী এবং বিয়ে ও তালাকের প্রতি অনেক নমনীয়।Circa il 95% dei Copti appartiene alla Chiesa nativa Copta Ortodossa d'Alessandria.
19রক্ষণশীল চার্চগুলো খুব কমই বিবাহ বিচ্ছেদের অনুমতি প্রদান করে এবং কেবলমাত্র পোপের কাছে বিশেষ দরখাস্ত প্রদানের পরই বিবাহ বিচ্ছেদের অনুমতি মেলে।
20চার্চের সমর্থক এবং ধর্ম নিরপেক্ষতার প্রচারকরা নিজ নিজ মন্তব্য নিজেদের ব্লগে প্রকাশ করেছ।
21প্রথমে তারা বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা করেছে। চার্চের স্বাধীনতা রক্ষার জন্য ফেসবুকে একটি বিশেষ পাতা খোলা হয়েছে:Il restante 5% (circa 800.000 persone) è diviso tra la chiesa dei Copti Cattolici e varie chiese di Copti Protestanti.
22আমরা দ্বিতীয় বিয়ের বিষয়ে চার্চের যে অবস্থান তার পক্ষে এবং রাষ্ট্রের ইসলামি আইনের বিপক্ষে।Matrimonio, divorzio, e seconde nozze restano questioni assai delicate [en] per i Copti in Egitto:
23মিশরের বিচার পদ্ধতি ইসলামি আইনের অধীনে এবং এখন তারা কপ্ট চার্চের উপর চাপ প্রয়োগ করছে, যাতে চার্চ ওই সমস্ত ব্যক্তিদের জন্য দ্বিতীয় বিয়েকে স্বীকৃতি দেয়, যারা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ গ্রহণ করেছে। এটা পুরোপুরি বাইবেলের শিক্ষার বিপরীত এবং আমরা এই বিষয়ে পোপকে সমর্থন করি।La cerimonia religiosa islamica è un atto fortemente vincolante dal punto di vista legale, poiché il maazoun, l'ufficiale di Stato civile per i matrimoni islamici, è un funzionario pubblico, per cui l'unione viene registrata allo stesso tempo come matrimonio civile presso il Ministero della giustizia.
24আমরা ঈশ্বরের বাণীকে অনুসরণ করি এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নীতিতে চলি।
25এই পাতা তাদের জন্য যারা পোপের অবস্থানকে সমর্থন করছে। ঠিক এর বিপরীত দাবি করে ফেসবুকে আরেকটি দল তৈরি করা হয়েছে:Al contrario, i Cristiani devono sempre registrare il loro matrimonio religioso davanti alle autorità civili affinché venga considerato legale.
26কপ্ট নাগরিকদের বিবাহ বিচ্ছেদের অধিকারকে সমর্থন করুন এই দল সেই সমস্ত মিশরীয় কপ্ট নাগরিকদের আওয়াজ হিসেবে বিবেচিত হচ্ছে, যারা মিশরীয় আইন এবং সংবিধান মোতাবেক বিয়ে করতে এবং বিবাহ বিচ্ছেদ নিতে চায়।Ciò ha fatto si che le Chiese conquistassero molto potere: anche se i Cristiani possono ottenere un divorzio civilmente, la Chiesa non consentirà loro di risposarsi, in modo tale che lo Stato non potrà riconoscere il nuovo matrimonio.
27এই সারমনে, পোপ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে চার্চ রাষ্ট্রীয় আইনে হস্তক্ষেপ করবে না এবং যে ভাবে রাষ্ট্র চার্চের উপর প্রভাব তৈরি করার চেষ্টা করছে তাতে তিনি তার অনুমোদন প্রদান করবেন না।
28এ কারণেই মিশরের কপ্টদের সেই আইনগত বাঁধা পরিবর্তনের দাবি জানাচ্ছি যা তাদের অন্য ধর্ম বা ভিন্ন খ্রিষ্টীয় মত গ্রহণ করতে বাধ্য করে।
29আমরা মিশরীয় সাংবিধানিক আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের অধিকার অর্জন করতে চাই, যার মাধ্যমে আমাদের ধর্মান্তরিত না হয়ে বা প্রমাণিত অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পড়ে এই অধিকার অর্জন করতে পারি।
30আমরা মিশরীয় কপ্টরা-সেই একই অধিকার চাই, যা আমাদের দেশের মুসলিম নাগরিকদের রয়েছ।
31যদি এদেশের মুসলিমরা আইনজীবীদের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করতে পারে (সিভিল ম্যারিজ), তাদের বিয়ে নিবন্ধন করতে পারে, তা হলে কেন আমাদের যাজকের সামনে গিয়ে এই কাজটি করতে হবে?
32যারা চার্চকে এড়িয়ে বিয়ে করতে চায়, তাদের হয় অন্য দেশের নাগরিকত্ব অথবা অন্য ধর্ম গ্রহণ করতে হয়!
33আমাদের দাবির সারসংক্ষেপ: আমাদের দাবি ধর্মীয় নয়, সিভিল বা রাষ্ট্রীয় আইনের প্রয়োগ; এই সব বিষয়ের সাথে চার্চের যুক্ত থাকা উচিত নয়। মিশরীয় হিসেবে আমরা মিশরীয় বিবাহ বিচ্ছেদ আইনের অধীনে থাকতে চাই।Ciò ha particolarmente influito sui Copti Cristiani Ortodossi, poiché il loro Papa, Shenouda III, ha diretto il ‘gregge' verso una direzione sempre più conservativa da quando è diventato il 116.mo successore di San Marco l'Evangelista, nel 1971.
34যারা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চায় (সিভিল পদ্ধতিতে বিচ্ছেদ) তারা তাদের মত করে এপথে এগুবে এবং যারা চার্চের আইনের অধীনে যেতে চায়, তারা সেই পথে যাবে। ব্লগে ফিরে আসা যাক, জেইনাব, বেন্ট মাসরেয়া লিখছে:Alcuni Copti Ortodossi, pochi ma in numero costante, si sono uniti agli evangelici, percepiti come ordine con meno rituali vincolanti, più aperti e flessibili su temi come matrimonio e divorzio.
35এর মানে কি? এই সমস্ত খ্রিষ্টান ব্যক্তিরা কি চার্চে গিয়ে বিয়ে করেনি এবং আর্শীবাদ লাভ করেনি?Nella Chiesa Ortodossa il divorzio viene riconosciuto raramente, e solo attraverso una petizione speciale indirizzata al Papa.
36কেন তিনি চাইছেন আইন চার্চের বিশ্বাসের বিরুদ্ধে জোর করতে? চার্চ আদালতের রায়কে বাতিল করে দিয়েছে, তাতে তারা শঙ্কিত কেন?I sostenitori della Chiesa e i promotori di uno stato secolare vanno esprimendosi anche online.
37আমি একজন মুসলিম, কিন্তু যদি আমি একদিন সকালে উঠে দেখি আদালত ইসলামি আইনের বিরুদ্ধে রায় প্রদান করছে, সেক্ষেত্রে আমি কি তা গ্রহণ করব?Partendo innanzitutto da Facebook, dove è stata creata una pagina [ar] a sostegno della sovranità della Chiesa:
38এটা খুব স্বাভাবিক যে এই ঘটনায় চার্চ আহত বোধ করবেSiamo tutti
39ভয়েস অফ ইজিপ্ট ধর্ম নিরপেক্ষভাবে বিবৃতি দিচ্ছে, যদি তা সঠিক ভাবে করা হয়:con la Chiesa contro le seconde nozze e il sistema giudiziario Islamico dello Stato.
40এটা সংবিধানের ৯ নম্বর ধারার সাথে মিলে না, যা বর্ণনা করে পরিবার সামজের মূল্য কি ।
41এই সমস্যার এ ধরনের সমাধানের অর্থ এই নয় যে, খ্রিষ্টানদের বিবাহ বিচ্ছেদের অনুমতি প্রদান করে আদালত যে আদেশ দিয়েছে, তা জোর করে মানতে পোপকে বাধ্য করা; এই সমাধান এমন এক ব্যবস্থা তৈরি করা চেষ্টা করছে, যাতে সকল নাগরিক আদালতে গিয়ে বিয়ে করতে পারে, তাদের ধর্ম বা ধর্মীয় বৈবাহিক ধারণার বাইরে।
42মিশরের ধর্মনিরপেক্ষ এবং উদারনৈতিকবাদীদের একটি শেষ আহ্বান; যদি সত্যিই আপনারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিশ্বাস করেন, তা হলে লোকজন এবং চার্চকে আক্রমণ করার বদলে আদালতের মাধ্যমে করা বিয়ের (সিভিল ম্যারিজ) অনুমোদন দিন।