# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: আপনি এই ক্রিয়েটিভ কমন্স চলচ্চিত্র উৎসব কপি করতে পারবেন | Colombia: il Creative Commons Film Festival, un festival da copiare |
2 | এই মাসের শেষের দিকে কলম্বিয়ার বারানকুইল্লা এবং মেডেলিন-এ ক্রিয়েটিভ কমন্স অডিওভিজুয়াল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। | Recentemente nelle città di Barranquilla e Medellin si è svolto il Creative Commons Audiovisual Festival [es, come per tutti gli altri link eccetto ove diversamente indicato]. |
3 | এমনকি, যদিও আপনি কলম্বিয়ায় অবস্থান নাও করেন, তারপরে আপনি ফেস্টিভ্যাল কপির জন্য অনুরোধ জানিয়ে এর অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং তার সাথে এই উৎসবের সবকিছু তুলে ধরে এমন কিছু নমুনা পাবেন, যার মধ্যে চলচ্চিত্র, বিভিন্ন আলাপ এবং ডিরেক্টর ও আলোচনার জন্য নিযুক্ত ব্যক্তিদের সবার সাথে যোগাযোগের তথ্য সম্বলিত একটি বিস্তারিত প্যাকেজ পাবেন। | Il bello è che si può seguire il tutto anche senza andare in Colombia , inviando una richiesta a Copy the Festival e ricevendo in questo modo tutto il pacchetto, che include i film, le conferenze e il contatto dei registi e dei relatori, per poter riproporre il festival in altre località. |
4 | ক্রিয়েটিভ কমন্স অডিওভিজুয়াল উৎসবের পোস্টার | Il poster del Creative Commons Audiovisual Festival |
5 | যদি সরাসরি আপনি দেখতে চান, তারা আসলে কি করছে, সেক্ষেত্রে সংগঠকদের তরফ থেকে বক্তাদের প্যানেল ও অন্যান্য কার্যক্রম, সরাসরি ভিডিওর মাধ্যমে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে। | Ma per chi avesso avuto solo voglia di farsi un'idea di cosa avevano in serbo, gli organizzatori avevano previsto anche la possibilità di vedere in streaming dal vivo estratti delle conferenze e di altre attività. |
6 | ভিমেওতে,ফেস্টিভাল অডিওভিজুয়াল সিসির মাধ্যমে প্রাইমার ফেস্টিভাল ক্রিয়েটিভ কমন্স। | Anteprima Festival Audiovisual Creative Commons dal Festival Audiovisual CC su Vimeo. |
7 | ক্রিয়েটিভ কমন্স (সিসি) লেখক এবং নির্মাতাদের জন্য বেশ কিছু অধিকার তৈরি করে যা কপিরাইটের চেয়ে নমনীয়। | Le licenze Creative Commons (CC) [en] offrono una serie di articolazioni dei diritti d'autore più flessibili del copyright classico. |
8 | তা লেখককে এই অধিকার প্রদান করে যে সে কোন ধরনের ব্যবহারকারী তার রচনা ব্যবহার করতে দেবে, যা আরো বৃহত্তর নমনীয়তা প্রদান করে, যে সময়টায় তার এই উপাদান দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে । | Il ricorso alla dicitura CC permette infatti all'autore di decidere quale uso si possa fare della sua opera, offrendo in questo modo una maggiore flessibilità nel momento in cui ne vengono diffusi i contenuti. |
9 | এর জন্য এই লাইসেন্সকে ধন্যবাদ, এখন প্রোডাকশনের জন্য এক নতুন মডেল এবং অডিওভিজুয়াল উপাদান বিতরণের ক্ষেত্রে এক নতুন ব্যবস্থা দৃশ্যমান, যা মধ্যস্বত্বভোগীদের সরিয়ে লেখক এবং দর্শককে অনেক ঘনিষ্ঠভাবে যুক্ত করে। | Grazie a queste licenze, sono apparsi in seguito nuovi modelli di produzione e distribuzione dei materiali audiovisivi, in modo tale che autori e pubblico possano comunicare in modo molto più diretto e facendo a meno degli intermediari. |
10 | বর্তমানে বারানকুইল্লাতে এই উৎসব পূর্ণ মাত্রায় চলছে এবং টুইটার আর তাদের ফেসবুক পাতার মাধ্যমে তারা জনতাকে তাদের বিভিন্ন কার্যক্রমের ও আলোচনা এবং অনুষ্ঠানের দৃশ্যের উপর তাজা সংবাদ প্রদান করছে। | A Barranquilla il festival ha mantenuto informato il pubblico delle diverse attività, delle proiezioni e delle conferenze grazie agli aggiornamenti via Twitter e alla pagina Facebook. |
11 | শুক্রবারে তারা কলম্বিয়ার সকল ক্রিয়েটিভ কমন্স চলচ্চিত্রের উপর কিছু স্ক্রিনিং বা দৃশ্যাবলী নির্বাচিত করবে। | Venerdi 14, sono stati proiettati i titoli colombiani Creative Commons. |
12 | এর আগে, শুরুতে টুইটারে @ফেস্টিসিসিবাকুইলা পোস্ট করেছে: | Tra i messaggi inviati via Twitter da @FestiCCBquilla: |
13 | বিরক্ত? | Ti annoi? |
14 | কোন পরিকল্পনা নেই? অর্থ নেই? | Non hai niente da fare? |
15 | আজকের দিনের সেরা অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিন? | Sei a corto di soldi? |
16 | @ফেস্টিসিসিবাকুইলা নামক অনুষ্ঠানে যোগদান করতে কোন অর্থ লাগে না। | Raggiungici a uno dei migliori appuntamenti di questi giorni, @festiccbquilla totalmente gratuito. |
17 | ভিমেওতে, ফেস্টিভাল অডিওভিজুয়াল সিসির মাধ্যমে প্রাইমার ফেস্টিভাল ক্রিয়েটিভ কমন্স-বারানকুইল্লা ইয়া মেডেলিন-এর প্রোমো বা প্রচারণা। | Promo del Festival Audiovisual Creative Commons Barranquilla y Medellín 2011 da Festival Audiovisual CC su Vimeo. |
18 | সামনের সপ্তাহে এটি মেডিলিনে অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ অক্টোবরে তা শহরের বিভিন্ন জায়গা, যেমন পাইলট পাবলিক লাইব্রেরী, রেস্তোরা আর কফি শপ এবং একই সাথে মেডেলিনের আধুনিক শিল্পকলা জাদুঘরে অনুষ্ঠিত হবে। | Dal 18 al 22 di ottobre è toccato alla città di Medellin, che ha ospitato il festival in diverse sedi sparse per la città, tra cui la Biblioteca pubblica Piloto, ristoranti e bar e anche il Museo di arte moderna di Medellin. |
19 | ভিমেওতে, ফেস্টিভাল অডিওভিজুয়াল সিসির মাধ্যমে প্রাইমার ফেস্টিভাল ক্রিয়েটিভ কমন্স-বারানকুইল্লা-এর প্রোমো বা প্রচারণা। | Promo del Festival Audiovisual Creative Commons Medellín dal Festival Audiovisual CC su Vimeo. |
20 | আপনি এই উৎসবে তাদের কার্যক্রম এবং আলোচকবৃন্দের বিষয়ে তাজা সংবাদ পেতে চাইলে তাদের টুইটার একাউন্ট অনুসরণ করতে পারেন অথবা তাদের ফেসবুকের পাতায় প্রবেশ করতে পারেন। | In quest'occasione è stata aperto un account Twitter e una pagina Facebook attraverso cui sono state diffuse le informazioni sul programma. |
21 | যারা তাদের চলচ্চিত্র নির্মাণ এবং তা প্রদর্শনের জন্য ক্রাউডসোর্সিংফান্ড প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবে, এছাড়াও অন্য বিষয়ের মধ্যে থাকবে কি ভাবে সিসি লাইসেন্সের মাধ্যমে সেই চলচ্চিত্র নিয়ে আলোচনা করা যায় এবং কিভাবে গণমাধ্যমকে এক বিকল্প লাইসেন্সের সাথে যুক্ত করা যায়। | I numerosi relatori hanno condiviso le loro storie e discusso le diverse esperienze sia di regia che di condivisione, la ricerca fondi attraverso le piattaforme di crowdfunding, le molteplici forme di promozione dei film grazie ai CC, e il coinvolgimento dei mass media nel ricorrere a nuove forme di licenza. |