# | ben | ita |
---|
1 | চুপ! …গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ শুরু হয়েছে | Shhh… è in corso il Global Voices Citizen Media Summit |
2 | যদি গ্লোবাল ভয়েসেস সাইটে কয়েকদিন ধরে কম লেখা প্রকাশ হয়ে থাকে তাহলে ঘাবড়াবেন না। কারন প্রায় ৮০ জন লেখক, সম্পাদক ও অনুবাদক-ব্লগারকে আমরা হাঙ্গেরীর বুদাপেস্টে নিয়ে এসেছি অনলাইনে বাক স্বাধীনতা, সিটিজেন মিডিয়া এবং ভবিষ্যতে গ্লোবাল ভয়েসেসের ভূমিকা কি হবে তা আলোচনা করতে। | Se in questi giorni poco sembra muoversi su Global Voices è perchè abbiamo trasportato un'ottantina tra coordinatori, autori, e traduttori a Budapest per il nostro Summit annuale, dove discutere della libertà d'espressione online, dei citizen media e del ruolo che Global Voices sarà chiamato a svolgere nell'anno a venire. |
3 | আপনারা আমাদের সারাদিনের কর্মসূচী দুর থেকেই দেখতে পাবেন সরাসরি সম্প্রচারিত ওয়েবকাস্ট, লাইভব্লগ, টুইটার এবং ছবির মাধ্যমে। | Potete seguire dal vivo i lavori delle due giornate grazie a webcast, liveblog, Twitter, e molte fotografie. |
4 | আমাদের সামিট ওয়েবসাইটে আরও বিস্তারিত রয়েছে। | Maggiori dettagli sul sito del Summit. |
5 | অনেক গ্লোবাল ভয়েসেসের ব্লগারই সারা বছর ধরে অনলাইনে একসাথে কাজ করলেও এই প্রথম মুখোমুখী হচ্ছে। | Molti blogger che hanno lavorato insieme a livello virtuale per oltre un anno, possono finalmente incontrarsi faccia a faccia per la prima volta. |
6 | এই মিটিংয়ে সারা বিশ্বের সমস্ত মহাদেশ থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণ করছেন। | Un evento publbico che ha radunato di testate radizionali. |
7 | এর সাথে প্রচার মাধ্যমের ১২ জন সাংবাদিকও রয়েছে। | Grazie a tutti coloro che sono ora a Budapest e a quanti ci seguono da lontano. |
8 | যারা বুদাপেস্টে অথবা বিশ্বের অন্য কোন স্থান থেকে আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। | Un'instantanea della sala principale sul finire della prima giornata, di Neha Viswanathan |