Sentence alignment for gv-ben-20100521-10905.xml (html) - gv-ita-20100519-19404.xml (html)

#benita
1স্পেন: মেক্সিকানরা ব্লগে লিখছেন নিজেদের দেশে থাকার অনুভূতি পাবার জন্যSpagna: messicani immigrati usano i blog per sentirsi a casa
2অনেক ল্যাটিন আমেরিকান স্পেনে অভিবাসী হতে যান বেশী সুযোগের আশায়, যা তাদের নিজেদের দেশে সম্ভব না বলে তারা মনে করেন।Sono molti i latino-americani emigrati in Spagna [sp, come tutti gli altri link, eccetto ove diversamente indicato], convinti che qui possano cogliere tutte quelle opportunità poco accessibili nel proprio Paese.
3স্পেনে আসা ল্যাটিন আমেরিকার বিশেষ একদল অভিবাসী হচ্ছে মেক্সিকান।Ci concentriamo stavolta su un gruppo specifico di immigrati dall'America Latina, i messicani.
4মেক্সিকানোস এন এস্পানা সাইট অনুসারে ২০০৯ সালে স্পেনে ১৫,৫৯৩ জন মেক্সিকান বাস করছিলেন, যার মধ্যে সব থেকে বড় দল পাওয়া যাবে রাজধানী মাদ্রিদে যেখানে প্রায় ৪৬৭৫ জন বাস করেন।Secondo il sito Mexicanos en España, nel 2009 erano 15.593 i messicani che vivevano in Spagna, in maggioranza nella capitale, con 4.675 residenti a Madrid.
5তবে এই সংখ্যা একটি পরিসংখ্যান মাত্র, এর থেকে বেশী অনেকে থাকেন বলে ধরা হয়।Si tratta tuttavia di una stima approssimativa, e molti ritengono la cifra sia assai più elevata.
6স্পেনে বসবাস করা বেশীরভাগ মেক্সিকানদের মধ্যে অধিকসংখ্যকই ছাত্র যাদের সংখ্যা ৪৯১৯।La stragrande maggioranza dei messicani che vivono nella Peninsula sono studenti, con cifre che si aggirano attorno ai 4.919 giovani.
7অন্যরা কাজ করছেন অথবা মানুষ যেটাকে ‘গোলাপি অভিবাসন' বলে তার অংশ - অর্থাৎ তারা স্প্যানিশ কারো সাথে প্রেমে পড়েছেন।Gli altri hanno un lavoro in Spagna o fanno parte di quella che alcuni definiscono la “migrazione rosa”, per riferirsi a quanti sono rimasti perché innamoratisi di uno/a spagnolo/a.
8স্পেনে বসবাসকারী মেক্সিকানদের একটা সমাজ আছে যেটা তাদেরকে সুযোগ দেয় নিজেকে প্রকাশের, দেশে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ রক্ষার আর একই এলাকায় বসবাসকারী মেক্সিকানদের সাথে যোগাযোগ স্থাপনের।La comunità di blogger messicani residenti in Spagna offre a questo gruppo di immigrati l'opportunità di esprimersi, di rimanere in contatto con i propri cari e di creare una rete di connessioni con altri messicani che vivono nella stessa regione.
9দে পিরাতাস ই ওট্রাস হিস্তোরিয়াস (দস্যু আর অন্যান্য গল্প) ব্লগের লেখক, এলিজাবেথ হেরনান্দেজ কুইজানো, তার প্রতিদিনের জীবনের বর্ণনা দেন কবিতা সহকারে:Elizabeth Hernández Quijano, autrice del blog De Piratas y Otras Historias descrive la sua vita di tutti i giorni integrandola con la poesia:
10এই ব্লগ বিনামূল্যের, যেখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি।Questo blog è libero e parlerò di diversi argomenti.
11এতে আমার অন্যান্য ব্লগের আর কিছু সাইট যাতে আমি লিখি তার লিঙ্ক আছে।Ci sono link ai miei altri blog e ad altri che apprezzo.
12আমার লেখা আমার সমাজের মানুষের সাথে আমার মিলন, যারা অনেক দূরে আছে।I miei scritti sono il legame con chi mi sta lontano.
13এটা আমার বা আমার বন্ধুদের কবিতা ও গল্প বা যা কিছু আমার পছন্দ তা প্রকাশের স্থান।È uno spazio di poesia, di racconti, di letteratura, mia e di scrittori amici o che mi piacciono.
14অবশ্যই এই ব্লগ বন্ধুত্ব প্রসারের স্থান।Naturalmente questo blog vuole condividere amicizia.
15এটি সাধারণ দুনিয়া থেকে বের হওয়ার স্থান, একটি খোলা ব্যক্তিগত ডায়রি।Sono note che aiutano a uscire dal mondo quotidiano, un diario personale aperto.
16আর একটা মজার ব্লগ হচ্ছে মেক্সিকো লিন্ডো ই কুয়েরিদো (সুন্দর আর প্রিয় মেক্সিকো) যেখানে লেখক স্পেন আর মেক্সিকোতে অনুসরণ করা মেক্সিকোর ঐতিহ্যের বিভিন্ন দিক সম্পর্কে বলেছেন।Un altro blog interessante è México Lindo y Querido, uno spazio dove l'autrice offre punti di vista diversi sulle tradizioni messicane celebrate sia in Spagna che in Messico.
17উদাহরণস্বরূপ, দিয়া দে মুয়ারতোস বা মৃত্যুর দিন মেক্সিকোর একটি অনুষ্ঠান যেখানে মানুষ মজা করে, হাসে আর খাদ্য, ফুল আর বেদি দিয়ে মৃত প্রিয়জনের স্মৃতি উদযাপন করে।Per esempio il Día de Muertos è una festa messicana nella quale ci si diverte, si gioisce e si festeggia in memoria dei propri amati ormai defunti, tra cibo, fiori e altari improvvisati.
18বার্সেলোনার মেক্সিকানরা মেক্সিকোর মতই এটা উদযাপন করে যেটা ব্লগে দেখা যাচ্ছে: মার্থা ইনেস সাঞ্চেজ নাভারোর তোলা ছবি।I messicani di Barcellona festeggiano il Giorno dei Morti in maniera assai simile a quanto avviene nella madre patria, come testimonia questa foto su un blog:
19অনুমতিক্রমে ব্যবহৃত। চিদো গুয়ে - মাদ্রিদ ব্লগে কাপড়ে মেক্সিকোর বিভিন্ন ডিজাইন দেখান হয়েছে।Foto di Martha Ines Sanchez Navarro usata con il suo permesso.
20এই ব্লগে স্পেনে মেক্সিকোর শিল্পকর্ম সংশ্লিষ্ট প্রদর্শনীর সংবাদ আছে।Il blog Chido Guey - Madrid, mostra esempi di design messicano nell'abbigliamento e informa su mostre collegate all'arte messicana.
21মাদ্রিদে লুভিয়া মোরালেস একজন মেক্সিকান পিএইচডি ছাত্রী, আর মাই সুইট লুভিয়া (আমার মিষ্টি বৃষ্টি) ব্লগের লেখক, যেখানে তিনি তার প্রতিদিনের জীবনের কথা লেখেন আর দুই দেশের পরিস্থিতির মধ্যে তুলনা করেন:Lluvia Morales è una studentessa messicana che frequenta un dottorato di ricerca a Madrid. Nel suo blog My Sweet Lluvia, racconta la sua vita quotidiana e mette a confronto le abitudini delle due nazioni:
22এখানে স্পেনে অনেক বাচ্চা স্কুলে খায় আর প্রত্যেক স্কুলের নিজস্ব পুষ্টিবিদ আছেন যিনি প্রতিদিনের খাবারের সমতা রক্ষার দায়িত্বে আছেন।Qui in Spagna ci sono un sacco di bambini che mangiano a scuola tutti i giorni e ogni singolo istituto ha un proprio nutrizionista che si occupa di preparare un pasto bilanciato.
23তারা কি বিয়ার আর তাপাস পছন্দ করেন?Se apprezzano la birra e le tapas?
24হ্যাঁ, কিন্তু অল্প।Si, ma con moderazione.
25এরা (স্প্যানিজরা) দুই তিনটা পানীয় আর একটি বাগেট খাবেন, তারা এক রাত্রে তিন লিটার বা তার বেশী পান করবেন না, আর যতো টাকোস বা পোজোলে খেতে পারেন তা খাবেন না।Gli spagnoli bevono due o tre bicchieri accompagnati da un panino, non si scolano oltre tre litri di birra in una notte e non buttano giù tutti i tacos e pozole [it] che possono ingoiare.
26সমাজের গুরুত্বপুর্ণ অংশে পরিণত হয়েছে ব্লগ; যেহেতু এর সাহায্যে বেশ কিছু মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা আর তথ্য আদান প্রদান সম্ভব, বা এই ক্ষেত্রে, এক দেশের মানুষ যারা আর এক দেশে বসবাস করেন।I blog hanno assunto un ruolo piuttosto importante nella società, in quanto contribuiscono a informare e a mantere i contatti con certi gruppi di persone, o come in questi casi, ad avvicinare quanti vivono in un Paese diverso da quello d'origine.
27উদাহরণস্বরূপ, মেক্সিকানোস এন এস্পানা স্পেনে বসবাসকারী মেক্সিকানদের জন্য সব থেকে বড় আর উপকারী অনলাইন সমাজ।Mexicanos en España, ad esempio, è una delle maggiori e più utili comunità online per i messicani residenti in Spagna.
28মাদ্রিদে মেক্সিকান সংস্কৃতির অনুষ্ঠান ঘোষণা ছাড়াও তারা চাকুরির সুযোগ ঘোষণা, মেক্সিকান মিডিয়ার লিঙ্ক যেমন সংবাদপত্র, টিভি অনুষ্ঠান, ম্যাগাজিন ইত্যাদির আর মেক্সিকান রান্নার বিভিন্ন পরামর্শও দেয়।Oltre ad informare sugli eventi madrilegni collegati alla cultura messicana, vi segnalano opportunità di lavoro, link a risorse e testate messicane come quotidiani, spettacoli televisivi, riviste, ecc., e anche consigli sulla cucina tradizionale.
29অন্য কথায়, এইসব ব্লগ স্পেনে বসবাসকারী মেক্সিকানরা গত কয়েক বছর ধরে যে অনলাইন বিপ্লব ঘটাচ্ছেন তার উদাহরণ। যেহেতু এইসব ব্লগের ক্ষমতা আছে মানুষকে একত্র করার, তাদেরকে জানান, আর তাদেরকে বাড়িতে থাকার অনুভূতি দেয়া, যদিও তারা তাদের প্রিয় বাসভূমি থেকে অনেক মাইল দূরে আছেন।In altre parole, questi blog sono un esempio della rivoluzione online avviata dai messicani residenti in Spagna negli ultimi anni, essendo riusciti a unire le persone, informarle, e farle sentire a casa anche trovandosi a miglia e miglia di distanza dall'amata patria.