# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস তাদের নতুন নির্বাহী পরিচালক আইভান সিগালকে পরিচয় করিয়ে দিচ্ছে | Global Voices presenta il nuovo Direttore Esecutivo, Ivan Sigal |
2 | আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে আইভান সিগাল গ্লোবাল ভয়েসেসের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন। | Siamo lieti di annunciare che Ivan Sigal è entrato a far parte di Global Voices come Direttore Esecutivo. |
3 | আইভান ইউএস ইনস্টিটিউট অফ পিস এ কার্যরত ছিলেন যেখানে বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোর নাগরিক সাংবাদিকতা সম্পর্কে গবেষণা করছিলেন। | Ivan proviene dallo US Institute of Peace (USIP), dove ha svolto ricerche sull'uso dei citizen media in zone ad alta conflittualità. |
4 | এই সংস্থার পূর্বে বেশ কয়েক বছর তিনি ইন্টারনিউজ এ কাজ করেছেন, যা একটি আন্তর্জাতিক মিডিয়া উন্নয়ন সংস্থা। | Prima dell'USIP, Ivan ha lavorato per vari anni ad Internews, organizzazione internazionale sui temi dell'informazione. |
5 | সেখানে তিনি পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন, মধ্য এশিয়া এবং আফঘানিস্তান অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন, এশিয়া অঞ্চলের পরিচালক ছিলেন এবং পাশাপাশি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের (মিডিয়ার) উন্নয়নের উপর কাজ করেছেন। | Qui si è occupato di progetti nell'ex Unione Sovietica, è stato Direttore Regionale per l'Asia Centrale e l'Afghanistan, ed ha lavorato su progetti di sviluppo per l'America Latina e i Caraibi. |
6 | আইভান সিগাল ও জর্জিয়া পপলওয়েল - গত বুদাপেস্ট গ্লোবাল ভয়েসেস ২০০৮ সামিটে উভয়ের ছবি তুলেছেন বোর্ডের সদস্য জোই ইতো। | Ivan Sigal e, sotto, Georgia Popplewell, fotografati entrambi al Summit 2008 di Budapest da Joi Ito, membro del direttivo di Global Voices Online. |
7 | গ্লোবাল ভয়েসেস গত এক বছর ধরে একজন উপযুক্ত নির্বাহী পরিচালক খুঁজছিল যার হাতে এর ব্যবস্থাপনার দায়িত্ব উদ্যোক্তাদ্বয় রেবেকা ম্যাকিনন এবং ইথান জুকারম্যান স্থানান্তর করবেন। | Dopo il passaggio di consegne dai co-fondatori Rebecca MacKinnon ed Ethan Zuckerman, dallo scorso anno Global Voices Online era alla ricerca di qualcuno per la posizione di direttore esecutivo. |
8 | গত ফেব্রুয়ারীতে আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জর্জিয়া পপলওয়েলকে আমরা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছিলাম, যিনি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিদিনের কাজগুলো পরিচালনা করেন। | Lo scorso febbraio abbiamo promosso a Direttore Operativo Georgia Popplewell, già Redattore-capo, la quale si occupa delle operazioni quotidiane della nostra community internazionale. |
9 | আইভান জর্জিয়ার সাথে কাছে থেকে কাজ করবেন এবং এই প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো করবেন, পার্টনারশিপ, অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানটিকে আরও সংহত করবেন। | Ivan lavorerà a stretto contatto con Georgia, concentrandosi maggiormente sulla strategia di lungo periodo del progetto, sulla raccolta fondi e sulla sostenibilità ambientale dell'organizzazione. |
10 | আমরা আনন্দিত এমন একজনের সাথে কাজ করার জন্যে যে সিটিজেন মিডিয়ার সম্ভাবনা সম্পর্কে খুবই আবেগপ্রবণ এবং বিশ্বের মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান রাখে। | Non vediamo l'ora di lavorare con una persona tanto convinta del potenziale dei citizen media, e tanto esperta del settore dei media globali. |
11 | আইভান একজন পুরস্কার-প্রাপ্ত ফটোগ্রাফার এবং বর্তমানে মধ্য এশিয়া সম্পর্কে একটি বই লিখছেন। | Ivan è anche un fotografo vincitore di diversi premi, ed al momento sta curando un libro sull'Asia Centrale. |
12 | বুদাপেস্টে আমাদের সাম্প্রতিক সামিটে তার ফটোগ্রাফী ওয়ার্কশপটি ব্লগারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। | Nel corso del recente summit di Budapest, il suo workshop di fotografia dedicato ai blogger è stato uno degli eventi più seguiti. |
13 | ইভান ব্লগ করেন ইভোনোটসে এবং আমরা পড়ার প্রতীক্ষায় আছি আগামী আগষ্টের মাঝামাঝি সময় থেকে শুরু তার নতুন দায়িত্ব সম্পর্কে তার কি মন্তব্য রয়েছে। | Il suo blog è Ivonotes, dove leggeremo sicuramente altri rilanci su questa sua nuova posizione - che di fatto comincerà a metà agosto. |
14 | গ্লোবাল ভয়েসেসে স্বাগতম, ইভান - আমরা আপনাকে পেয়ে আনন্দিত। | Benvenuto a Global Voices, Ivan, siamo felici di averti tra noi! |