Sentence alignment for gv-ben-20110606-17826.xml (html) - gv-ita-20110907-44503.xml (html)

#benita
1মিশর: সতীত্ব যাচাইEgitto: V per Verifica della Verginità
2এই প্রবন্ধটি মিশর বিপ্লব২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কভারেজের অংশ ।
3এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে মিশর বিপ্লবের সময় যে সমস্ত মহিলা প্রতিবাদকারীদের গ্রেফতার করা হয়েছিল তাদেরসতীত্ব পরীক্ষা করা হয়েছে। এই সংবাদে কেবল মিশরের নারীরা নয়, পুরুষেরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে, তারা বিশ্বাস করতে পারেনি যে, যারা তাদের মর্যাদা এবং স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদের এই রকম অপমানজনক ভাবে আক্রমণ করা হয়েছে।Dopo la scioccante rivelazione secondo cui le manifestanti arrestate durante le proteste nei giorni della rivoluzione egiziana furono costrette a subire “controlli di verginità” [en, come gli altri link eccetto ove diversamente indicato], la rabbia è montata nel cuore di egiziani ed egiziane increduli, sconcertati di fronte all'umiliante trattamento riservato alle donne che si sono battute valorosamente per difendere la dignità e la libertà nel loro Paese.
4যখন মার্চ ২০১১-তে এর স্বাক্ষ্য প্রমাণ সামনে চলে আসে, সে সময় সর্বোচ্চ সামরিক পরিষদ ( দি সুপ্রিম কাউন্সিল ফর দি আর্মড ফোর্সেস- এসসিএএফ ) এই ধরনের কোন পরীক্ষার কথা অস্বীকার করেছে।Quando alcune testimonianze [ar] sono venute a galla, nel marzo scorso, il Consiglio Supremo delle Forze Armate (SCAF) ha negato l'accaduto.
5তবে যে জেনারেল পরবর্তীতে স্বীকার করেছিলেন যে গ্রেফতার কৃত নারীরা যে স্বাভাবিক “মিশরীয় নারী” নয়, এই বিষয়টি প্রমাণ করার জন্য এবং এসসিএএফ এই কারণে এই পরীক্ষার আয়োজন করে যাতে তারা তাদের বিরুদ্ধে আসা যে কোন ধরনের যৌন হয়রানির অভিযোগ এড়াতে সক্ষম হয়।Tuttavia, il generale che in un secondo momento ha confessato che le detenute erano state effettivamente sottoposte a “test di verginità”, ha giustificato l'azione affermando che le donne arrestate non erano “normali” ragazze egiziane e che lo SCAF aveva condotto i test al fine di tutelare le autorità egiziane, per evitare che le detenute potessero sostenere di essere state molestate sessualmente o violentate.
6তাহরিরডায়রিজ এর তুলে ধরা এই ভিডিওটি, এই ধরনের পরীক্ষা করা হয়েছে এমন এক মেয়ের স্বাক্ষ্য তুলে ধরেছ:Questo video, tratto da Tahrir Diaries, mostra la testimonianza di una delle donne sottoposte al test:
7L'affermazione che questa misura sia stata adottata al fine di impedire a queste pacifiche manifestanti di muovere accuse di molestia sessuale contro le autorità egiziane ha scatenato moti di rabbia e di indignazione.
8যখন এই দাবী করা হয় যে যৌন হয়রানি অভিযোগ দুর করার জন্য পরীক্ষার আয়োজন, তখন যৌনতার মাধ্যমে এবং আবেগের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা নারী বিক্ষোভকারীদের হয়রানি করার এই বিষয়টি প্রকৃতপক্ষে ভয়ঙ্কর ক্ষোভ এবং ঘৃণার মধ্যে দিয়ে গ্রহণ করা হয়।A questo proposito, in un suo post, Michelle Gonzalez ha scritto: Chiunque può essere oggetto di violenza, non importano l'orientamento sessuale, il genere, la condotta sessuale, la religione, ecc. Le argomentazioni addotte da questi anonimi funzionari governativi non sono obiettive, sono scorrette e moralmente reprensibili.
9মাইকেল গঞ্জালেজ লিখেছে:Mentre Zeinobia ha affermato:
10তাদের যৌন পরিস্থিতি, পরিচয়, লিঙ্গ, যৌনতা, যৌনতার ইতিহাস, ধর্ম ইত্যাদি সত্বেও, যে কোন ব্যক্তি ধর্ষণের শিকার হতে পারে।Apprezzo molto il fatto che ogni volta che parlo di #VirginityChecks [test di verginità], tutti pensino immediatamente e senza porsi il minimo dubbio ad una violazione dei diritti umani.
11নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী এই ব্যক্তি যে যুক্তির অবতারণা করেছে তা ঘটনার বাস্তবতায় সঠিক নয় এবং নৈতিকভাবে তা তিরস্কারের যোগ্য।A conferma del fatto che violare la privacy di una donna è un atto di molestia, nel post sopracitato Michelle afferma anche: Pretendere che una donna condivida con dei funzionari governativi dettagli personali sulla propria vita sessuale significa violare la sua privacy.
12এদিকে জেইনোবিয়া বলছে: যখনই আমি #ভার্জিনিটিটেস্ট-এর (সতীত্ব পরীক্ষা) কথা বলি, তখন যে তাকে কোন ধরনের আলোচনা ছাড়াই মানবতার লঙ্ঘন বলে বিবেচনা করে, তাঁর এই ধারণাকে আমি ভালোবাসি।Le informazioni sulla condotta sessuale di un individuo non dovrebbero essere utilizzate dallo Stato come oggetto di sanzione né per minare la credibilità dell'individuo stesso.
13নারীর গোপনীয়তা লঙ্ঘন করা এক ধরনের হয়রানি, এই বিষয়টিকে নিশ্চিত করে একই পোস্টে মাইকেল বলছে :Un manifesto di protesta contro lo SCAF: "Le nostre figlie sono una linea rossa".
14যখন একটা মেয়েকে সরকারী কর্মকর্তার সামনে তার ব্যক্তিগত বিষয় তুলে ধরতে হয় সেটাই তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন।In un post che fa riferimento alle radici della violenza sessuale in Egitto, Ayman Ashour considera dettagliatamente quelle che, dal suo punto di vista, sono le finalità di una procedura come quella del “controllo di verginità”:
15কোন একজনের নিজের ব্যক্তিগত যৌন জীবন রাষ্ট্রের কাছে তুলে ধরার বিষয় নয়, অথবা তা কোন ব্যক্তির কৃতিত্বকে কাজে লাগানোর বিষয় নয়।L'obiettivo è sempre stato quello di umiliare le donne sul piano sessuale e, in definitiva, farle vergognare di loro stesse.
16এসসিএএফ-এর বিরুদ্ধে ব্যানার হাতে দঁড়িয়ে একজন, ব্যানারে লেখা রয়েছে: “আমাদের কন্যারা এক লাল রেখা”Coloro che hanno portato avanti queste terribili operazioni erano perfettamente a conoscenza dell'ossessione che gli egiziani hanno per l'imene.
17একটা পোস্ট যেটিতে মিশরের যৌন হয়রানির শেকড় নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আইমান আশোর তার দৃষ্টিভঙ্গি দিয়ে সতীত্ব পরীক্ষা উদ্দেশ্য বর্ণনা করেন। এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যৌন হয়রানি এবং আদতে এই সমস্ত মেয়েদের হয়ে করা।In questi ultimi tempi la parola “controrivoluzione” è stata utilizzata molte volte in Egitto, ma raramente ho visto un esempio tanto chiaro ed evidente di comportamento anti-rivoluzionario, un tentativo crudele e violento di allontanare Tahrir dal cuore di queste donne nobili e coraggiose.
18যারা এই সমস্ত ঘৃণ্য পরীক্ষা চালানোর উদ্যেগ নিয়েছে তারা সকলেই মিশরীয় নাগরিকদের সতীত্ব নিয়ে যে মানসিকতা রয়েছে সে ব্যাপারে ওয়াকিবহাল। সম্প্রতি মিশরে প্রতি বিপ্লব নামক শব্দটির যথেষ্ট ব্যবহার হচ্ছে।In Egitto si è sempre dibattuto molto in merito all'imene… queste azioni non rappresentano solo uno schiaffo alla metà rosa del cielo egiziano, ma anche la sconfitta di due importanti principi rivoluzionari - dignità e libertà.
19এ রকম নির্মম অপরাধ মূলক প্রতি বিপ্লবী আচরণের দৃষ্টান্ত আমি খুব কমই দেখেছি, সেই সমস্ত সাহসী সম্মানিত নারীদের কাছ থেকে তাহরির-এর সুনাম কেড়ে নেবার এক নিষ্ঠুর এবং বীভৎস প্রচেষ্টা।Aggiornamenti: Di fronte allo sdegno e all'indignazione che tali avvenimenti hanno suscitato in ambito internazionale, il maggiore Abdel Fattah al-Sisi, capo dei servizi segreti militari egiziani, ha deciso di fare un passo indietro.
20সতীত্ব নামক বিষয়টি সবসময় মিশরে এক বিতর্কের বিষয়। অভিযুক্ত এবং এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা কেবল মিশরীয় পুরুষের অর্ধাঙ্গিনীর গালের উপর কেবল চড় মারা নয়, তা একই সাথে বিপ্লবের দুটি নীতিতে চড় মারা- মর্যাদা এবং স্বাধীনতার উপর।Secondo quanto riportato da Amnesty International in un post del 28 giugno 2011 [it], il maggiore al-Sisi avrebbe promesso, a seguito di un incontro col Segretario generale di Amnesty Salil Shetty, che i “test di verginità” non saranno più praticati.