# | ben | ita |
---|
1 | চীন ও জাপান: নারিতা বিমানবন্দরের বাসিন্দা ফেং ঝেংহু | Cina e Giappone: Feng Zhenghu, attivista per i diritti umani, bloccato all'aeroporto Narita |
2 | গত ৪ঠা নভেম্বর থেকে সাংহাই শহরের বাসিন্দা মানবাধিকার কর্মী ফেং ঝেংহু জাপানের নারিতা বিমান বন্দরের হলঘরে বাস করছে এবং দেশে ফেরার অপেক্ষা করছে। যখন তাকে তার নিজ দেশে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন থেকে তার এই অপেক্ষার পালা শুরু। | Dal 4 novembre l'attivista per i diritti umani Feng Zhenghu, di Shanghai, vive e aspetta all'interno dell'aeroporto giapponese Narita, dopo che per l'ottava volta l'ufficio immigrazione di Shanghai gli ha impedito di entrare in patria. |
3 | সাংহাই-এর অভিবাসন বিভাগ তাকে আটবার চীনে প্রবেশ করতে বাঁধা দেয়। ফেং একজন অর্থনীতিবীদ ও মানবাধিকার কর্মী। | Feng è un economista e attivista a tutela dei diritti umani. |
4 | ১৯৮৯ সালে সংঘটিত তিয়ানয়ানমেনে সংঘটিত গণহত্যার পর, তিনি এই দমন নীতির খোলাখুলি সমালোচনা করেন এবং এর ফলে এক বছর ধরে তিনি চীনা কমিউনিস্ট পার্টির এক অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হন। | Dopo il massacro di Tiananmen nel 1989, ha criticato apertamente la repressione ed è stato indagato dal Partito Comunista Cinese (PCC) per oltre un anno. |
5 | ১৯৯১ সালে তিনি পড়াশুনার জন্য জাপানে যান এবং ১৯৯৮ সালে ব্যবসা করার জন্য তিনি চীনে ফিরে আসেন। কিন্তু সাংহাই-এর পুলিশ তাকে ব্যবসার অনুমতি প্রদান করে নি, তার বদলে ৩ বছরের জন্য জেলে ঢুকিয়ে দেয়। | Nel 1991 si era trasferitosi in Giappone per motivi di studio e nel 1998, tornando in Cina per affari, venne trattenuto dalla polizia di Shanghai e condannato a 3 anni di prigione per la pubblicazione illegale di un e-book riguardante gli investimenti giapponesi di Shanghai nel 2000. |
6 | ২০০০ সালে জাপান-সাংহাই যৌথ বিনিয়োগের উপর প্রকাশিত এক অবৈধ ই-বুক প্রকাশের দায়ে তার এই সাজা হয়। | Finora il governo cinese non ha ancora ufficialmente spiegato il divieto d'ingresso di Feng nel Paese. |
7 | এখন পর্যন্ত চীনা সরকার সরকারি ভাবে স্পষ্ট করে নি, কেন তারা ফেংকে স্বদেশে প্রবেশ করতে দিচ্ছে না। ফেং জাপানে ফিরে যেতে অস্বীকার করেন এবং ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিককে জানান যে, “একজন চীনা নাগরিককে এভাবে জোর করে বের করে দেওয়া এবং জাপান নিয়ে যাওয়া, আমার এবং চীনের জন্য অপমানজনক বিষয়”। | Feng si è rifiutato di entrare in Giappone e ha detto al giornalista del Financial Times [in] che “Per un cinese essere rapito e portato in Giappone in questo modo è un'umiliazione per me e un'umiliazione per la Cina.” |
8 | তিনি এ ছাড়াও জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক অফিসের ‘রাজনৈতিক শরণার্থীর মর্যাদা লাভের জন্য দরখাস্ত করার প্রস্তাব' গ্রহণ করতে অস্বীকার করেন। | L'uomo ha anche rifiutato il suggerimento del Commissariato per i rifugiati delle Nazioni Unite di “richiedere lo status di rifugiato politico”. |
9 | তিনি জানান, তিনি স্বদেশে ফিরে যেতে চান। | Vuole solo tornare a casa. |
10 | গত ৭ই নভেম্বর থেকে তিনি গুগল ডকুমেন্টের মাধ্যমে তার পরিস্থিতি সম্বন্ধে তাজা খবর দিয়ে যাচ্ছেন এবং ১২ নভেম্বর থেকে তিনি টুইটারের মাধ্যমে তার সর্বশেষ সংবাদ জানাচ্ছেন। | Dal 7 novembre publbica aggiornamenti sulla propria situazione su un documento Google [cin] e dal 12 novembre diffonde anche messaggi via Twitter [cin]. |
11 | নিচে তার পাঠানো সংবাদগুলোর কিছু নির্বাচিত অংশ: | Di seguito alcuni suoi aggiornamenti tradotti: |
12 | ৭ নভেম্বর- জাপানে কাজ করার অনুমতি বাতিলের জন্য বক্তব্য প্রদান: | 7 Novembre - Dichiarazione di rinuncia del visto di lavoro giapponese |
13 | এখন আমার জাপানী ভিসা (যা ২০১০ সালের জুন মাসে বাতিল হয়ে যাবে) আমার জন্য চীনে ফিরে যাবার পথে এক বাঁধা হয়ে দাঁড়িয়েছে এবং সাংহাই-এর কর্তৃপক্ষ আমাকে নিজ দেশে প্রবেশ না করতে দেবার জন্য একে অজুহাত হিসেবে ব্যবহার করছে। | Ora il mio visto giapponese (che scade il 12 giugno 2010) è diventato un ostacolo per tornare nel mio Paese ed è una scusa per le autorità di Shanghai per impedirmi l'ingresso. |
14 | সাংহাই-এর কর্তৃপক্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে হুমকি প্রদান করেছে এবং তারা বিমান পরিবহণ সংস্থাকে ভয় দেখিয়েছে, যেন তারা এই অবৈধ অপহরণের (ভিন্ন দেশে পাঠিয়ে দেবার জন্য) কাজে অংশগ্রহণ করে। | Le autorità di Shanghai stanno minacciando l'azienda a livello economico e hanno richiesto alla compagnia aerea di partecipare a questo sequestro illegale. Il 2 novembre 2009 sono tornato nel mio Paese con il volo NH0921. |
15 | গত ২রা নভেম্বর এনএইচ০৯২১ ফ্লাইট ধরে আমি দেশে ফিরে গিয়েছিলাম। আমি ইমিগ্রেশন পার না হয়ে শাংহাই পুতুং এয়ারপোর্টের ভেতরের এক হোটেলে আশ্রয় নেই। | Nonostante non avessi passato il controllo dell'immigrazione, mi sono registrato all'Hotel dell'aeroporto Putung di Shanghai. |
16 | দ্বিতীয় দিন (৩রা নভেম্বর) প্রায় ডজনখানেক সাংহাই পুলিশ আমাকে জোরপূর্বক এনএইচ০৯২২ ফ্লাইটে তুলে দেয় এবং এভাবে দেশের এক নাগরিককে বিদেশে পাঠিয়ে দেয়ার চেষ্টা করে। | Il secondo giorno (3 Novembre) alle 9:45 circa, una dozzina di poliziotti di Shanghai mi hanno costretto fisicamente ad imbarcarmi sul volo NH0922, cercando di “trasferire” un cittadino in un Paese straniero. |
17 | আমি তাদের এই অপহরণের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করি। | Ho protestato con forza contro tale violento sequestro. |
18 | বিমানে ঢোকানোর সময় আমি তাদের প্রতিরোধ করার চেষ্টা করি এবং এভাবে দুই ঘণ্টা যাবত এই বিশেষ অপহরণের বিরুদ্ধে লড়াই করি। | Ho fatto resistenza all'entrata dell'aereo e ho lottato contro i sequestratori per due ore. |
19 | সবশেষে সাংহাই-এর এনার (জাপানী বিমান সংস্থা অল নিপ্নন এয়ারওয়েজ) ম্যানেজার অপহরণকারীদের হুমকির মুখে এই অপহরণ কাজে সাহায্য করতে বাধ্য হয়। | Alla fine il direttore dell'ANA di Shanghai, sotto la minaccia dei sequestratori, è stato costretto ad aiutare il sequestro. |
20 | চারজন ছদ্মবেশী তরুণ পুলিশ প্লেনের শেষ প্রান্তে এক সীটের কাছে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এনার একজন কর্মীও আমাকে ধাক্কা মেরে বিমানের শেষ প্রান্তের সেই সীটে আমাকে বসাতে তাদের সাহায্য করে। | 4 giovani poliziotti in borghese mi hanno trascinato verso un sedile in fondo all'aereo, un addetto dell'ANA di Shanghai li ha anche aiutati a mettermi sul sedile. |
21 | সে সময় আমি এতটাই ক্লান্ত ছিলাম যে, তাদের এই অপরাধ মূলক কর্মকাণ্ডে বাঁধা দেবার আর কোন ক্ষমতা ছিল না। | Ero così esausto che non ho più resistito al loro atto criminale. |
22 | অন্য যাত্রীরাও এই দৃশ্য দেখে এবং এ কারণে বিমান যাত্রায় এক ঘন্টার দেরি হয়। | Altri passeggeri hanno assistito alla scena e il volo è stato ritardato per oltre un'ora. |
23 | এবারই প্রথম আমাকে জোর করে জাপানে পাঠিয়ে দেওয়া হয়, টোকিওর কাছে নারিতা বিমান বন্দরের ভেতরে আটকে রাখা হয়। | Questa è stata la prima volta che sono stato forzatamente deportato in Giappone e ho scaricato all'aeroporto Narita fuori Tokyo. |
24 | ৪ঠি নভেম্বর, আমাকে জাপানী বিমানবন্দরে পাঠানো হয়। | Sono stato sequestrato nell'aeroporto in Giappone il 4 novembre. |
25 | আজ ৭ই নভেম্বর। আমি ৪ দিন ৩ রাত ধরে এখনও জাপানে প্রবেশ করি নি। | Oggi è il 7 novembre, non sono mai entrato in Giappone. |
26 | এখনো ইমিগ্রেশন চেক ইন হল বা অভিবাসন সংক্রান্ত তথ্যাদি নেওয়া হয় যে কক্ষে, সেখান বাস করছি। | Per 4 giorni e 3 notti, ho vissuto nella sala dei controlli per l'immigrazione. |
27 | আমি শঙ্কিত অবস্থায় রাত কাটাচ্ছি। | Durante la notte mi sono steso sulla panchina. |
28 | এখানে না খেয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। | Ho sofferto la fame. |
29 | কক্ষের বাইরে প্রবেশ পথে দোকান এবং বিশেষ খাবার বিক্রি করার যন্ত্র রয়েছে। কিন্তু অভিবাসন তথ্য প্রদান এলাকায় কোন কিছু নেই। | Ci sono negozi e macchinette automatiche all'uscita, ma nella sala dei controlli per l'immigrazione non c'è niente. |
30 | গত তিন দিন আমি কেবল রাইস রোল (চালের তৈরি গোলাকার খাবার) খেতে পেয়েছি। | Negli ultimi 3 giorni ho mangiato solo tre panini di riso. |
31 | আমি অভিবাসন বিভাগের এক কর্মকর্তাকে অনুরোধ করেছি, যাতে তারা আমার উপর মানবিক নীতি প্রয়োগ করে। | |
32 | তাকে অনুরোধ করেছি তাদের কর্মীরা যেন আমাকে কিছু রাইস রোল কিনতে সাহায্য করতে পারে তার ব্যবস্থা করে দিতে। | Ho chiesto al funzionario responsabile dell'immigrazione di applicare i principi umanitari e consentire allo staff di aiutarmi a comprare dei panini di riso. |
33 | তিনি তা করতে অস্বীকার করেন। | Si è rifiutato. |
34 | এমনকি আমার বোন আমার জন্য যে খাবার নিয়ে এসেছিল সেটি পর্যন্ত তারা আমাকে সরবরাহ করতে অস্বীকার করে। | Si sono rifiutati anche di consegnarmi il cibo portatomi da mia sorella. |
35 | এটা স্পষ্ট যে তারা আমাকে না খাইয়ে রেখে অত্যাচার করার চেষ্টা করে, যাতে আমি জাপানে প্রবেশ করতে বাধ্য হই। | È ovvio che cercavano di torturarmi facendomi patire la fame per costringermi a entrare in Giappone. |
36 | তবে আমি আমার প্রতিবাদ চালিয়ে যাব। | Tuttavia, ho tenuto duro per andare avanti. |
37 | জাপানী আমলাতন্ত্র অমানবিক, নি:স্পৃহ এবং নিষ্ঠুর আচরণ করছে। | I burocrati giapponesi sono disumani, indifferenti e crudeli. |
38 | তথাকথিত বন্ধু রাষ্ট্র, জাপানী প্রধানমন্ত্রীর এক আদর্শ কল্পনা। | La cosiddetta nazione amichevole è solo un immaginazione ideale del Primo Ministro. |
39 | যদি একই ঘটনা চীনে ঘটত, তাহলে চীনের লোকের বিদেশীর সাথে এ রকম আচরণ করত না। | Se succedesse la stessa cosa in Cina, i cinesi non tratterebbero mai così gli stranieri. |
40 | চীনের জনতা আভ্যন্তরীণ সমস্যায় নিজেদের লোকদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, কিন্তু তারা কখনই বিদেশীদের সাথে এ রকম আচরণ করবে না। | I cinesi sono molto crudeli verso i propri cittadini nelle vicende interne, ma sono molto amichevoli verso gli ospiti stranieri… 14 Novembre - Benvenuto a Obama in visita in Giappone e Cina |
41 | তারা বিদেশী অতিথিদের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে…। | 美国总统奥巴马昨天访问日本。 我又自制了一件英文广告衫,前面的请愿文字:“A un cittadino cinese è stato rifiutato il ritorno in Cina otto volte. |
42 | ১৪ নভেম্বর-জাপান ও চীনে ওবামার ভ্রমণকে স্বাগতম: | ”,背后的文字:“Diritti umani cinesi 中国人権,回国 帰国 Ritornare in Cina”… |
43 | গতকাল যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি বারাক ওবামা জাপান সফরে আসেন। আমি ইংরেজীতে লেখা একটি টি শার্ট-তৈরি করেছি। | Ieri il Presidente degli Stati Uniti Obama ha visitato il Giappone, così ho creato una maglietta con uno slogan di protesta in inglese. |
44 | এর সামনে লেখা রয়েছে: চীনের এক নাগরিক আট বার চীনে প্রবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে এবং এর পেছনে লেখা রয়েছে চীনের মানবাধিকার চীনে ফিরে আসতে চায়…। | Davanti c'era scritto: “Ad un cittadino cinese è stato rifiutato il ritorno in Cina otto volte”, mentre sul retro: “Diritti umani cinesi, Ritornare in Cina”… |
45 | ওবামা ১৫ই নভেম্বর ২০০৯- চীন সফরে যাবেন এবং চীনে তার প্রথম সফর হবে সাংহাইতে। | Obama visiterà la Cina il 15 Novembre 2009 e la sua prima tappa è Shanghai. |
46 | যদি ওবামা জানতে পারে যে চীনের এক নাগরিককে আটবার নিজ দেশে প্রবেশ করাতে বাধা প্রদান করা হয়েছে, তখন যদি তার সাংহাই-এর সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ হয়, তাহলে কি তিনি তাদের জিজ্ঞাসা করবেন: কেন তোমরা এক বিদেশীকে এ রকম উষ্ণ সংবর্ধনা প্রদান করছ, যেখানে তোমরা স্বদেশী এক নাগরিককে দেশে ফিরে আসতে বাধা দিচ্ছ? | Se Obama viene a sapere che a un cittadino cinese è stato rifiutato l'ingresso nel proprio Paese per otto volte, allora quando avrà la possibilità di incontrare il governo cinese o le autorità di Shanghai, potrebbe chiedere: perchè date un benvenuto così caloroso a uno straniero e rifiutate il ritorno di un vostro cittadino? Una città grande come Shanghai, come può impedire ad un proprio cittadino di rimanervi?” |
47 | ১৮ নভেম্বর টুইটারে ফেং ঝেংহু লিখেছেন: | Uno straniero non sarà in grado di capire perchè un cittadino non può tornare nel proprio Paese. |
48 | অনেকে বলছে যে আমি নিজে চীনের নাগরিক অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, কিন্তু আমি জানি চীনের অনেক লোক আমার পিছে রয়েছে। | Anche i comuni cinesi non potrebbero credere che la forte Cina non possa accettare un proprio cittadino. 18 Novembre - Pagina Twitter di Feng ZhengHu |
49 | যখন আমি ক্ষুধার্ত এবং মরিয়া হয়ে লড়ছি, চীন, হংকং এবং বিদেশ থেকে অনেকে আমার জন্য খাবার পাঠিয়েছে। | Alcuni sostengono che sto combattendo da solo per il diritto dei cittadini di tornare in Cina, ma so che molti cinesi sono con me. |
50 | যখন আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তখন চীন থেকে অনেক ইন্টারনেট বিশেষজ্ঞ আমাকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে এবং তারা একটা টুইটার একাউন্ট তৈরিতে আমাকে সাহায্য করেছে। | Quando ero affamato e disperato, molti cinesi dal continente, da Hong Kong e oltremare mi hanno mandato del cibo. Quando mi hanno tagliato la connessione a Internet, alcuni esperti di Internet dalla Cina continentale mi hanno dato supporto tecnico, aiutandomi ad aprire un account su Twitter [cin]. |
51 | এখন আমি আমার মোবাইল ফোন ব্যবহার করে আমার পরিস্থিতি সম্বন্ধে তাজা খবর জানাতে পারব। | Ora posso utilizzare il mio cellulare per aggiornare il mio status e far sapere alla gente della Cina continentale cosa sta succedendo qui. |
52 | ১৮ই নভেম্বর: | 18 Novembre |
53 | আমার উত্তর: “প্রথমত আমি জাতি সংঘের শরণার্থী বিষয়ক সংগঠনের প্রতি আমার শ্রদ্ধা প্রকাশ করছি। | La mia risposta: “Prima di tutto voglio esprimere la mia gratitudine verso l'organizzazione per i rifugiati delle Nazioni Unite. |
54 | কিন্তু আমি উদ্বাস্তু হিসেবে কোন দরখাস্ত প্রদান করতে ইচ্ছুক নই, কারণ আমার নিজের দেশ রয়েছে। | Ma non voglio richiedere lo status di rifugiato perchè ho un Paese. |
55 | চীন আমার মাতৃভূমি। | La Cina è la mia patria. |
56 | আমি একজন চীনা নাগরিক এবং চীনের বুদ্ধিজীবী। | Sono cinese e un intelletuale cinese. |
57 | চীনের প্রতি আমি দায়িত্বশীল থাকতে চাই। | Devo essere responsabile per la Cina. |
58 | এখন আমার দেশে ফিরে যাওয়া উচিত এবং এটা একটা মানুষের মৌলিক অধিকার। | Ora ho bisogno di ritornare nel mio Paese e questo è il diritto umano fondamentale. |
59 | চীনা কর্তৃপক্ষের বিদেশ থেকে ফিরতে চাওয়া নাগরিককে নিজ দেশে প্রবেশে বাঁধা দেওয়া কেবল, জাতি সংঘের সংবিধানের বা আন্তর্জাতিক মানবাধিকার সনদের লঙ্ঘন নয়, এটি চীনা সংবিধানেরও লঙ্ঘন। | L'atto delle autorità cinesi di impedire ai cittadini dal tornare nella propria nazione non solo viola la costituzione delle Nazioni Unite, la Convenzione Internazionale sui diritti umani, ma viola anche la costituzione cinese. |
60 | আমার নির্বাসন সম্বন্ধে চীনের সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয় নি। | Il governo cinese non ha ancora rilasciato una dichiarazione ufficiale riguardo il mio esilio. |
61 | আমি জানি চীনে আমাকে অনেক যন্ত্রণা পোহাতে হবে, কিন্তু তারপরেও আমি সেখানে থাকতে চাই। | Abbiamo tante sofferenze in Cina, ma io voglio ancora viverci. |
62 | যত কম চীনা উদ্বাস্তু তৈরি হবে, তত চীন উন্নত হবে”। | Meno rifugiati cinesi ha la Cina, e migliore diventerà il Paese.” |