Sentence alignment for gv-ben-20100809-12215.xml (html) - gv-ita-20120402-56709.xml (html)

#benita
1বিশ্ব: মোজিলা ড্রামবিট উন্মুক্ত ওয়েব-এর বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছেProsegue l'impegno della Mozilla Foundation per l'open web
2মোজিলা ফাউন্ডেশন, ইন্টারনেট ব্রাউজিং সফ্টওয়্যার ফায়ারফক্স এর নির্মাতা।Nell'agosto 2010, la Mozilla Foundation [en, come gli altri link, eccetto ove diversamente segnalato], creatrice del noto browser Firefox, aveva lanciato Drumbeat.
3তারা ড্রামবিট নামক এক প্রকল্পের উদ্বোধন করেছে।L'incontro fra creativi e sviluppatori web ha portato in breve tempo a dei risultati concreti molto interessanti.
4এটি এমন এক প্রকল্প যার মাধ্যমে বিভিন্ন বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এবং বিশ্বের বিভিন্ন অংশের লোকেদের এক করার চেষ্টা করা হবে, যাদের লক্ষ্য থাকবে ওয়েবকে উন্মুক্ত করে রাখার এক প্রচারণা।Dopo due anni di attività, gli organizzatori hanno deciso di tirare le fila di ciò che è stato fatto e stanno cercando la strada giusta per il futuro, facendo tesoro dei successi raggiunti e cercando di cambiare ciò che invece non ha funzionato.
5শিক্ষক, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভেলপার, আইনজীবী, অনুবাদক: যারা ওয়েব ব্যবহার করে এমন সব পেশার লোক এবং যারা ওয়েব ভালোবাসে তাদের আহ্বান জানানো হয়েছে, যাতে ওয়েবকে আরো উন্নত করা যায় এবং এটিকে উন্মুক্ত এবং বিনে পয়সায় ব্যবহার করা সম্ভব হয়।Si cercherà di unificare le informazioni relative ai vari progetti in un unico sito che faccia capo a Mozilla, creando inoltre un nuovo brand che sostituisca Drumbeat, il cui progetto in questi due anni di attività ha riunito persone con origini culturali e geografiche diverse, ma accomunate da uno scopo comune: promuovere l'open web.
6ড্রামবিটের সকল কর্মকাণ্ড কেবলমাত্র ওয়েবকে উন্মুক্ত রাখার এবং তার উন্মুক্ত স্বভাবকে বজায় রাখার জন্য:Insegnanti, tecnici, programmatori, sviluppatori, legali, traduttori: chiunque utilizzasse e amasse il web è stato invitato a dare il proprio contributo per migliorarlo e mantenerlo aperto e libero.
7Ovviamente non sono mancati incontri locali, tra cui quelli importanti di Parigi, Toronto e in Bulgaria, mentre in Brasile sono stati organizzati ben quattro eventi, tra cui uno a São Paulo [pt], che ha riunito persone provenienti da 13 aree del Paese, dall'estremo sud fino al cuore della foresta amazzonica.
8আমরা এক আন্দোলনকে প্রজ্বলিত করতে চাই।Mozilla Drumbeat a São Paulo, giugno 2010.
9আমরা আগামী ১০০ বছরের জন্য ওয়েবকে উন্মুক্ত করে রাখতে চাই।Foto di Diego Casaes.
10এর প্রথম ধাপ: আপনাকে এমন এক কাজের জন্য আমন্ত্রণ জানানো যা ওয়েবকে সাহায্য করতে পারে।Tra le numerose iniziative lanciate da Drumbeat, alcune meritano una particolare menzione.
11এটাই ড্রামবিট-এর ব্যবহারিক প্রকল্প এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করা, যা বুদ্ধিমান ও সৃষ্টিশীল লোকদের জড় করবে, তাদের বড় মাপের চিন্তা, সমস্যা সামাধান এবং উন্মুক্ত ওয়েব নির্মাণের জন্য।Universal Subtitles è una community globale il cui scopo è sottotitolare e tradurre ogni video presente nel web grazie all'omonimo software open source; Popcorn è un progetto che aspira a rivoluzionare le modalità di creazione e fruizione dei video nel web.
12উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ইউনির্ভাসেল সাবটাইটেল। এটি একটি সফ্টওয়্যার নির্মাণ প্রকল্প এবং ওয়েবে প্রতিদিন যে সমস্ত ভিডিও জমা পড়ে সেই সমস্ত বিদেশী ভাষার উপাখ্যান, শিরোনাম এবং অনুবাদ করার এক বিশ্ব সম্প্রদায়।Un proficuo scambio di conoscenze in ambito di sviluppo web costituisce il fondamento della P2PU School of Webcraft, una vera e propria scuola virtuale per i web designer (e gli aspiranti tali).
13ব্রেট গেইলর-এর ওয়েবমেডমুভিস (আরআইপি: দি রিমিক্স মেনিফেস্টোর পরিচালক), এক সৃষ্টিশীল গবেষণার রূপান্তর, যে ভাবে আমরা ওয়েবে ভিডিও নির্মাণ এবং তার অভিজ্ঞতা লাভ করি, এবং পি২পি‌ইউ স্কুল অফ ওয়েবক্রাফট যা ওয়েব ডেভেলপ বা উন্নয়ন-এর দক্ষতা লাভের জন্য নতুন এক উপায়, যার মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষা লাভ করা যায়।
14সাওপাওলোতে মোজিলা ড্রামবিট, জুন ২০১০, ছবি ডিয়োগো কেসেয়াস।Knight-Mozilla OpenNews, infine, si occupa di soluzioni per il giornalismo digitale sempre in ottica open.
15মার্চ ২০১০ এ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মোজিলা ড্রামবিট-এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে।La convinzione alla base di Drumbeat è che il web deve essere aperto [it] e rimanere tale:
16ওয়েবে এই প্রকল্পে কাজের জন্য লোকদের জড় করা ছাড়াও, মোজিলা দলটিকে স্থানীয় এলাকা ও শহরের মানুষদের সাথে মিলিত হবার জন্য উৎসাহিত প্রদান করেছে যাতে উন্মুক্ত ওয়েব নিয়ে আলোচনা করা যায়।Vogliamo mantenere il web aperto almeno per i prossimi 100 anni. Vogliamo dare vita a un vero e proprio movimento; il primo passo in questa direzione è invitarti a compiere delle azioni che possano aiutarci a raggiungere il nostro obiettivo.
17এখন পর্যন্ত ব্রাজিলে ড্রামবিটের চারটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে: সাম্প্রতিকতম অনুষ্ঠানটি সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে [পর্তুগীজ ভাষায়] এবং দেশটির ১৩ বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এখানে জড় হয়েছিল: দেশের একেবারে দক্ষিণে আমাজানের গহীন থেকে লোকেরা এসেছিল।
18এ ছাড়াও প্যারিস, টরোন্টো এবং বুলগেরিয়ায় ড্রামবিটের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতীতের অনুষ্ঠান এবং সামনে আগত অনুষ্ঠান সম্বন্ধে তথ্য পাওয়া যাবে এই পাতায়।Drumbeat è proprio questo: si tratta di progetti ed eventi che riuniscono persone intelligenti e creative intorno a grandi idee, per costruire un solido open web e risolvere i problemi che possono sorgere.
19একটি সীমাবদ্ধ ইন্টারনেট, উদ্ভাবনী ক্ষমতা এবং বাণিজ্যকে ধীর গতির করে ফেলতে পারে এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডকে নষ্ট করে ফেলে।Un modello di internet chiuso rallenta l'innovazione e il commercio, oltre che scoraggiare la collaborazione.
20ওপেন ওয়েবকে প্রযুক্তিগতভাবে ওয়েলেড গার্ডেন, রোডব্লক, গেটকিপারস, সেন্ট্রালাইজেশন নামক নিয়ন্ত্রণ উপাদান ও ব্যাক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রণ এর মাধ্যমে হুমকির মুখে ফেলা হয়।Le persone e gli strumenti che filtrano l'informazione, la centralizzazione e la mancanza del controllo della privacy rappresentano le principali minacce all'open web.
21এ কারণে ড্রামবিট এটিকে উন্মুক্ত করার জন্য এই সমস্ত চিন্তা করছে এবং ব্যক্তির কাছে যাচ্ছে, যাতে এটা নিশ্চিত করা যায় যে ওয়েব সব সময় উন্মুক্ত এবং স্বাধীন থাকে। একটি প্রকল্প শুরু করুন অথবা এমন একটি প্রকল্পে যোগ দিন যা ইতোমধ্যে চালু রয়েছে!Mozilla ha bisogno di nuove iniziative per fare in modo che il web resti sempre aperto e libero; è possibile rimanere aggiornati e proporre nuove idee grazie alle Community Calls e a un canale IRC.