Sentence alignment for gv-ben-20140618-43666.xml (html) - gv-ita-20140623-92691.xml (html)

#benita
1গবেষকরা মাচুপিচ্চুর নিকটবর্তী ইনকা ট্রেইলের একটি নতুন ক্ষেত্র উন্মোচন করেছেনPerù: ricercatori scoprono una nuova sezione del sentiero Inca per Machu Picchu
2মাচুপিচ্চু।Machu Picchu.
3ছবি- ফ্লিকার থেকে জেকে- এর সৌজন্যে।Immagine da Flickr di szeke.
4সিসি বাই- এনসি-এসি২.CC BY-NC-SA 2.0.
5০ মাচুপিচ্চু পুরোনো শহর হলেও এর অনেক কিছুই এখন পর্যন্ত আবিস্কারের বাকি আছে।Machu Picchu sarà anche una antica città, ma c'è ancora molto da scoprire.
6পেরুর কুসকোতে অবস্থিত বর্তমানে মাচুপিচ্চু আরোহীদের একটি জনপ্রিয় জায়গাতে ইনকা সম্রাট কর্তৃক নির্মিত ইনকা ট্রেইলের (মেঠো পথের) একটি বিরাট নেটওয়ার্ক আবিস্কৃত হয়েছে।E' stata portata alla luce una nuova sezione del sentiero Inca (Inca Trail), la vasta rete di di percorsi costruita dall'impero Inca, alcuni dei quali, molto famosi, che conducono a Machu Picchu [it], nell'odierna Cusco (Perù).
7ওয়ারাংতামবো (উইন্ড ইন) থেকে শুরু হয়ে মাচুপিচ্চুর পিছন পর্যন্ত এর অবস্থান, এ স্থান থেকে ইনকা লাকটা ( গ্রাম) দৃষ্টিনন্দনভাবে দৃশ্যমান।Il sentiero conduce da Wayraqtambo (Wind Inn), dietro Machu Picchu, fino a un punto panoramico che offre scorci unici dell' llaqta (villaggio) Inca.
8কুসকোর বিকেন্দ্রীকৃত সংস্কৃতি বিভাগ তাঁদের ওয়েবসাইট কুসকো ২. ০ তে এ বিষয়ে প্রতিবেদন পূনঃপ্রকাশ করেছেঃLa Direzione Decentrata per la Cultura di Cusco annuncia così la scoperta sul suo sito web, che è stata condivisa [es, come tutti i link seguenti] dal sito Cusco 2.0:
9El impresionante camino descubierto consta de aproximadamente un kilómetro y medio de largo y entre 1.20 y 1.40 metros de ancho, variando según la topografía del terreno.L'incredibile sentiero scoperto è lungo circa 1 km e mezzo, con un'ampiezza tra il metro e 20 e il metro e 40, e varia seguendo la topografia del terreno.
10Aún no puede ser apreciado en su totalidad por estar cubierto por vegetación, pero gracias al equipo de investigadores del Parque de Machu Picchu, algunos tramos pudieron ser liberados de la maleza y árboles que los cubrían, evidenciando muros de contención de factura inca de hasta tres metros de altura. আকর্ষনীয় এ মেঠোপথটি লম্বায় দেড় কিলোমিটার ও প্রস্থে ১.Non si può ancora ammirare perché esso coperto da vegetazione ma, grazie alla squadra di ricercatori del parco di Machu Picchu, alcuni tratti sono ora liberi da alberi e sterpaglia, mostrando così mura di contenimento costruite dagli Inca alte fino a 3 metri.
11২০ এবং ১. ৪০ মিটারের মাঝামাঝি।Nel frattempo, il sito Mystery Planet riporta:
12ভূমিরূপের উপর এর প্রস্থের তারতম্য ঘটে।Oggi, solo il 25% della rete di strade Inca è visibile.
13পুরো এলাকাটি গাছপালা দিয়ে আবৃত, গবেষক দলকে ধন্যবাদ যে তাঁরা মাচুপিচ্চু পার্ক থেকে গাছপালা দিয়ে ঢেকে থাকা কিছু অংশ অনাবৃত করেছেন।
14এ অংশে ইনকা সভ্যতার নির্মিত ৩ মিটার উচু রক্ষা প্রাচীরের সন্ধান পাওয়া গেছে।Il resto è stato distrutto molto tempo fa dai conquistatori o, in tempi recenti, da moderne costruzioni.
15ওয়েবসাইট মিস্ট্রি প্ল্যানেটের মতেঃ বর্তমানে ইনকা সড়ক নেটওয়ার্কের মাত্র ২৫ শতাংশ দৃশ্যমান।I ricercatori, comunque, hanno annunciato la recente scoperta di una nuova sezione del percorso […] situato alle spalle di Machu Picchu, tra i siti archeologici di Wiñay Huayna e Intipata.
16বাকী অংশ অনেকদিন আগেই বিজয়ীবাহিনী কর্তৃক ধ্বংসকৃত অথবা আধুনিক স্থাপত্যের কারনে বিলীন।
17মাচুপিচচুর গবেষকেরা মাচুপিচ্চুর পিছনে এবং উইনেই হুয়ানা ও ইন্তিপাতা প্রত্নতাত্বিক এলাকার মাঝে সম্প্রতি ট্রেইলের একটি নূতন সেকশন খুজে পাওয়ার কথা ঘোষণা করেছেন […]
18লা নেশ নামের পত্রিকা জানায়ঃIl giornale La Nación fornisce ulteriori dettagli:
19ইনকা ট্রেইল ( কুহাপাগ নান, আদিবাসী ভাষায়) হল পেরু, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা এবং বলিভিয়া জুড়ে এই সড়ক নেটওয়ার্ক প্রায় ৪০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।Il sentiero Inca (Qhapaq Ñan, nella lingua indigena) è una rete di strade di circa 40.000 km che collegava Perù, Cile, Colombia, Ecuador, Argentina e Bolivia, la cui costruzione terminò durante l'impero Inca, e la cui maggior estensione si trova in Perù.
20ইনকা সম্রাটের শাসনামলে পেরুর মূল অংশে এর নির্মান কাজ সমাপ্ত হয়।Diversi governi della regione hanno chiesto, insieme con l'ONU, di dichiarare il sentiero Inca Patrimonio Mondiale dell'Umanità.
21এ অঞ্চলের একাধিক সরকার জাতিসঙ্ঘকে ইনকা ট্রেইলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন।
22টুইটার ব্যবহারকারীরা টুইটারে কুসকো স্যাঙ্কচুয়ারির অনেক ছবি পোস্ট করেছেনঃVari utenti su Twitter hanno condiviso la notizia, e molti di loro hanno postato foto e immagini del santuario di Cusco:
23মাচুপিচ্চুর দিকে নূতন ইনকা সড়ক আবিস্কৃত।E' stato scoperto un nuovo sentiero Inca per Machu Picchu .
24এটা ১. ৫ কিঃমিঃ লম্বা এবং এখান থেকে আপনি ইনকা টানেল দেখতে পাবেন।È lungo un chilometro e mezzo e lì è possibile vedere un tunnel Inca.
25‘ব্যাগপ্যাকার'দের নতুন গন্তব্য।[VIDEO] Il sentiero Inca per Machu Picchu è la meta preferita degli escursionisti.
26মাচুপিচ্চু অভিমুখী ইনকা ট্রেইল [ ভিডিও]Anche qualche utente catalano ha riportato la notizia:
27কিছু ক্যাটালান ব্যবহারকারীরাও এ সংবাদটি শেয়ার করেছেনঃScoperta una sezione del cammino Inca per Machu Picchu vecchia di 500 anni.
28৫০০ বছরের পুরোনো মাচুপিচ্চু অভিমুখী ইনকা ট্রেইল আবিষ্কৃত হয়েছে।
29রেইন ফরেস্টে এটা লুকায়িত ছিল।È stata nascosta dalla foresta pluviale.