Sentence alignment for gv-ben-20120321-23734.xml (html) - gv-ita-20120325-56552.xml (html)

#benita
1তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহতTurchia: repressioni contro i curdi nelle celebrazioni del Nawruz
2কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী।La popolazione curda rappresenta in Turchia il maggior gruppo etnico, raggiungendo il 20% della popolazione totale, ovvero quasi 20 milioni di persone.
3তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার।Ciò nonostante continuano a essere vittime della discriminazione razziale (sancita dalla legge) e della violazione dei diritti umani.
4আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়।Oggi a Yüksekova, nella provincia turca di Hakkari, i curdi sono stati attaccati dalla polizia mentre si riunivano per celebrare il Nawruz [it], il capodanno curdo (21 marzo).
5আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়।Il politico Ahmed Turk è dovuto ricorrere alle cure dell'ospedale e un 32enne Alaattin Okan è stato colpito da una bomboletta di gas lacrimogeno, a Batman.
6দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি।Questa mattina due importanti siti web curdi sono stati resi inaccessibili e per questo motivo non hanno potuto aggiornare le notizie sugli scontri.
7তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে।L'informazione mainstream ha trascurato la vicenda, motivo per cui gli attivisti locali si sono dati da fare sui social network per rendere nota la situazione.
8বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে।Faruk Arhan, giornalista del notiziario Bianet [tr] carica su Twitter una foto che mostra una donna curda attaccata dalla polizia turca:
9ইউকসেকোভাYüksekova
10ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়।Yekbun Alp scrive su Twitter che un membro curdo del parlamento nazionale è stato arrestato durante gli scontri tra la polizia antisommossa e i cittadini che celebravano il Nawruz:
11@ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে।@YekbunAlp [en]: la polizia ha arrestato anche il parlamentare Özdal Ücer, facendo irruzione nella casa di una famiglia di Cizre, dove era ospite.
12আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে।Un altro attivista curdo rilancia questa foto, dove si vede la polizia che lancia gas lacrimogeni e giovani curdi che rispondono con lancio di sassi, presi dalla rabbia e dalla frustrazione di non poter festeggiare il capodanno senza subire attacchi dalla polizia:
13ছবি: @কুজুলকুর্তFoto di @quzzulqurt
14কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক।Hawri Tofik, dalla Svezia, si associa all'ira degli attivisti locali per la brutalità usata dalle autorità, e scrive su Twitter:
15তিনি টুইট করেছেন:@iirwaH [en]: Davvero, non capisco.
16@ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ?Perché è un crimine festeggiare il Nawruz?
17আরো কত কুর্দী আহত/নিহত হবে?Quanti curdi dovranno ancora rimanere feriti o morire?
18জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে:Jiyan Azadi mostra quest'altra foto che testimonia l'attacco della polizia contro le decine di centinaia di persone radunatesi a Yüksekova:
19ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদীFoto di @jiyanazadi
20ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন:Anche da Londra arrivano dei commenti. Meltem Ay scrive:
21@জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল!@jin_jiyan_azadi [en]: Ma quanto è stupido tutto ciò da parte dei turchi!
22স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র!Metodi dittatoriali e oppressivi non faranno che unire sempre più il popolo curdo e renderli ancora più forti!
23ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট।Il sito della Alliance For Kurdish Rights [en] propone molte foto che testimoniano la brutalità della polizia turca, mentre lancia gas lacrimogeni e spara acqua sui manifestanti nel distretto di Yüksekova.