# | ben | ita |
---|
1 | ‘বড়কিছু ভাবুন’:গাম্বিয়ান তথ্য প্রযুক্তি শিক্ষক অনলাইন শ্রেনীকক্ষ চালু করেছেন | Gambia: dall'aula scolastica all'insegnamento online |
2 | উসমান ফাল,গাম্বিয়ার তরুণ কম্পিউটার প্রশিক্ষক ও পেশায় তথ্য প্রযুক্তিবিদ, ব্লগের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করছেন। ফাল একাডেমীর নেপথ্যে রয়েছেন ফাল, যিনি একটি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও লেকচার, প্রেজেন্টেশন এবং বিভিন্ন কম্পিউটার পোগ্রামের টিপস প্রদান করছে। | Ousman Faal [en, come i link successivi tranne ove diversamente indicato], giovane insegnante ed esperto informatico, ha deciso di sostituire l'aula scolastica con un blog - lanciando la Faal Academy, sito-blog che offre videoconferenze, presentazioni e consigli su vari programmi informatici. |
3 | এডোবি ফটোশপের একটি বিশেষ ইফেক্ট ব্যবহার করতে পারছেন না? | Non sai come creare un certo effetto con Adobe Photoshop? |
4 | মাইক্রোসফট ওয়ার্ডে নিউজলেটার তৈরিতে সাহায্যের প্রয়োজন? | Hai bisogno d'aiuto nel creare una newsletter in Microsoft Word? |
5 | কিভাবে করতে হয় ফাল আপনাদের দেখাতে পারে। | Faal può mostrarti come fare. |
6 | পেশাগত জীবনের অধিকাংশ শ্রেণীকক্ষে নির্বাহ করার পর, ফাল এখন তার বেশীরভাগ সময় অনলাইন শিক্ষায় নির্বাহ করছে। | Dopo aver trascorso gran parte della sua carriera nel mondo della scuola, ora Faal passa la maggior parte del suo tempo a insegnare online. |
7 | গ্লোবাল ভয়েসেস সাম্প্রতিককালে ফালের সাক্ষাৎকার গ্রহণ করেছে এবং তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে। | Recentemente Global Voices lo ha incontrato per una discusione su questo nuovo progetto. |
8 | উসমান ফাল কাজ করছেন। | Ousman Faal a lavoro. |
9 | ছবি ডেমবা কানদে | Foto concessa da Demba Kandeh. |
10 | ডেমবা কানদে(ডেকা): কেন আপনি ব্লগ শুরু করলেন? | Demba Kandeh (DK): Che cosa ti ha spinto a lanciare il blog? |
11 | উসমান ফাল(উফা): পেশাগতজীবনে বেশ কয়েক বছর এনজিওর দক্ষতা উন্নয়নে তথ্য প্রযুক্তির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি। | Ousman Faal (OF): Sono stato un insegnante di TI (tecnologie dell'informazione) nella formazione per il rafforzamento delle capacità (capacity building) di organizzazioni non governative [it] per vari anni nella mia carriera da istruttore. |
12 | আমি যুবকদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দল গঠন করেছি। | Ho anche formato un gruppo di giovani, chiamato ICT Community (N.d.T. |
13 | এবং আমার অনেক গোগল অনলাইন প্লাটফর্ম এবং ব্লগিং সাইট, ওয়ার্ডপ্রেস, ওয়েব ও ব্লগার আছে। | ICT, acronimo di Information and Communication Technology/ TIC, Tecnologie dell'informazione e della Comunicazione) e ho numerose piattaforme online e siti blog, come WordPress e Webs & Blogger. |
14 | ইন্টার্যাক্টিভ ভিডিও লেকচার তৈরিতে আমার অভিজ্ঞতা রয়েছে এবং এগুলি আমাকে ব্লগে উৎসাহিত করেছে। | Ho esperienza nel creare videoconferenze interattive e questo mi ha fortemente spinto a creare un blog. |
15 | ডেকা: কতদিন যাবত আপনি ব্লগিং করছেন? | DK: Da quanto tempo scrivi sul blog? |
16 | উফা:আমি এক বছর যাবত ব্লগিং করছি এবং এটি সত্যিই আশ্চর্যজনক কারণ এটির মাধ্যমে আমি আমাকে অন্যভাবে প্রকাশ করতে পারি এবং আমার বিষয়বস্তুকে অনলাইনে স্থাপন করতে পারি এবং অন্যদের কাছে তা প্রকাশ করতে পারি। | OF: Beh, scrivo sul blog da un anno e lo trovo fantastico, perché è un modo alternativo di esprimermi e condividere i miei contenuti online. |
17 | আমি গুগল ব্লগার দিয়ে শুরু করেছি এবং গুগল সাইটের তখন দ্রুত বর্ধনশীল সিএমএস (বিষয়বস্তু ব্যবস্থাপনা সিস্টেম) ওয়ার্ডপ্রেস যা সত্যিই আমার কাছে ইন্টারঅ্যাক্টিভ ও ব্যবহার বান্ধব ছিল। | Ho iniziato con Blogger e Google Sites per poi passare rapidamente al CMS (sistema di gestione dei contenuti) [it] di WordPress che trovo molto interattivo e facile da usare. |
18 | ডেকা: ব্লগিং আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে? | DK: Quali le influenze del blog sulla tua vita? |
19 | উফা: ব্লগিং আমাকে নিজের প্রকাশ ঘটাতে সাহায্য করে এবং আমার মেধাকে অনেক মানুষের কাছে উন্মুক্ত করেছে। | OF: Scrivere un blog mi aiuta a esprimermi e ha fatto sì che più e più persone vedessero le mie capacità. |
20 | সুতরাং আমি, যে কোনভাবে, পূর্বের চেয়ে অনেক মানুষকে সহায়তা করতে চাই। | In un certo senso, contribuisco ad aiutare più persone là fuori di quanto abbia mai fatto prima. |
21 | ব্লগার হিসাবে এটি আমাকে আনন্দ দেয়। | E questo mi rende felice. |
22 | দেকা: ব্লগিং এ কিভাবে আপনি লক্ষ্য অর্জন করতে চান? | DK: Cosa speri di ottenere scrivendo un blog? |
23 | উফা: আমার ”কল্পনা বেশ বড়”। | OF: “Penso in grande”. |
24 | আমি আশা করছি ব্লগিং তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে আমার পেশাগত জীবনে পরিবর্তন আনবে। | Spero che scrivere un blog cambierà molto la mia carriera da professionista delle TIC. |
25 | ডেকা: শ্রেনীকক্ষের শিক্ষকের জীবন ব্লগের শিক্ষকের জীবন থেকে কিভাবে আলাদা? | DK: Com'è diversa la vita da insegnante virtuale rispetto a quella in aula? |
26 | উফা: আমি আমাদের শিক্ষার্থীদের দেখাতে চাই আমি তাদের সাথে সবসময় আছি, কখনো কখনো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ না থাকার কারণে যা বর্ণনা করার চেষ্টা করা হয়, তা বোধগম্য হয় না, কিন্তু আমি বিশ্বাস করি যে সম্পূর্ণরূপে ইন্টার্যাক্টিভ বিষয়বস্তু সম্পন্ন ব্লগের কারণে তারা সহজেই দেখতে ও বুঝতে পারে। | OF: Voglio mostrare ai miei studenti che sono sempre disponibile per loro, perché a volte, quando si insegna in classe, i ragazzi possono non ottenere il quadro esatto di ciò che si stava cercando di spiegare; forse per distrazione; ma credo che con un blog ricco di contenuti interattivi possano sempre vederlo con facilità e capire meglio: è una grande soddisfazione. |
27 | নিম্নে ইউটিউবে তার একটি গৃহ শিক্ষণ: | Di seguito un video che mostra una delle sue lezioni: |
28 | ডেকা:আপনার সফলতার কাহিনী কি? | DK: Quali successi hai ottenuto fino adesso? |
29 | উফা: তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ছয় বছর পার করার পর এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক গবেষণার পর আমি উপলব্ধি করেছি যে আমি সফল পেশাজীবী হিসাবে পথ অতিক্রম করছি। | OF: Dopo sei anni nel settore delle TI e varie ricerche nel campo delle tecnologie dell'informazione, ho realmente capito che mi sto aprendo una strada a una carriera di successo. |
30 | আমি সংক্ষিপ্ত সময়ে অনেক পেশাজীবীকে প্রশিক্ষিত করেছি এবং এটিকে আমি সফলতা হিসাবে বিবেচনা করি। | In un breve periodo sono riuscito a formare molti professionisti e questa è una cosa che vale la pena festeggiare. |
31 | ইন্টারনেট, আমার দ্বিতীয় গৃহ, আমার শিক্ষার্থীদের কাছে ইন্টারঅ্যাক্টিভ বিষয়বস্তুর কেন্দ্র হিসাবে বিবেচিত। | Internet, la mia seconda casa, ha offerto ai miei studenti un punto di riferimento permanente per i contenuti interattivi. |
32 | পরবর্তী সাইটগুলোর ব্যবস্থাপনা আমার জন্য সম্মানের বিষয়: আইসিটি গাম্বিয়া, অসফাল, জোলফ টিউটরস,উসমান লেকচারস এবং আমার ইউটিউব চ্যানেল। | Un altro successo l'ho avuto dalla gestione efficiente dei seguenti siti: ICT Gambia, OusFaal, Jollof Tutors, Ousman Lectures e il mio canale YouTube. |
33 | ডেকা: কোন ধরনের সমস্যা আপনি মোকাবেলা করেন? | DK: Quali problemi ti trovi ad affrontare ora? |
34 | উফা: আমি সমস্যার জন্য খুব চিন্তা করি না । | OF: Non mi preoccupo molto di questo. |
35 | আফ্রিকায় সাধারণত এবং নির্দিষ্টভাবে গাম্বিয়ায়, সমস্যাগুলো খুব সাধারণ এবং বিদ্যুৎ বিভ্রাট সম্বলিত ধীরগতির কিন্ত্ত ব্যয়বহুল ইন্টারনেট। | Generalmente in Africa e in particolare in Gambia, i problemi sono comuni e vanno dalle connessioni Internet lente, ma costose a imprevedibili interruzioni della corrente. |
36 | ভবিষ্যৎে আমি আরও সমস্যা সমাধানের করতে পারব কারণ আমি বিশ্বাস করি যে প্রযুক্তির বিবেচনায় ভবিষ্যৎ উজ্জ্বল। | Tuttavia, non vedo l'ora di maggiori opportunità stimolanti in futuro, perché credo che il futuro sia luminoso per quanto riguarda la tecnologia. |
37 | ডেকা:আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? | DK: Quali i progetti per il futuro? |
38 | উফা:আমি অনেক কিছু ধারণ করি কারণ আমি প্রতিদিন বড় কিছু চিন্তা করি। | OF: Ho molti progetti in mente, perché tutti i giorni “penso in grande”. |
39 | ভবিষ্যতে আমি আমার সামাজিক নেটওয়া্র্ক ব্যবহার করতে পছন্দ করব যা প্রকৃতপক্ষে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল। | In futuro vorrei avere un mio social network [it] basata su tecnologie avanzate. |
40 | উন্নত ও আধুনিক শিক্ষণের জন্য সামাজিক মাধ্যম এবং এর ফলাফলও আমার স্বপ্ন। ডেকা:আপনার কাছে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত বিষয় সম্পর্কে বলুন। | Incrementare l'uso dei social media [it] per un insegnamento più efficace e sofisticato con risultati migliori è un altro dei miei sogni. |
41 | উফা:নিজ নিজ কর্ম পরিধিতে সমমনা ব্লগারদের সহযোগিতার হাত প্রসারণের আহবান জানানোর জন্য আমি এই সুযোগটি গ্রহণ করছি। | DK: Altro da aggungere? OF: Vorrei cogliere quest'opportunità per invitare i blogger che la pensano come me a unire le loro forze per portare un cambiamento positivo nel loro ambiente. |
42 | অন্যকে সহযোগিতা করার উদ্দেশ্যে অনলাইন প্লাটফর্ম তৈরি করে ব্লগারদের একত্রিত করে কাজ করা একটি প্রশংসনীয় বিষয়। | Penso che sia una buona cosa, far unire i blogger intenzionati a creare una piattaforma online per lo scambio d'informazioni a favore degli altri. |