Sentence alignment for gv-ben-20120702-28348.xml (html) - gv-ita-20120704-62303.xml (html)

#benita
1মিশর: তাহরির স্কোয়ারে নারীদের উপর হামলাEgitto: molestie sessuali a Piazza Tahrir
2মোহামেদ মোর্সিকে মিশরের নতুন প্রেসিডেন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে সেটা উদযাপনের জন্যে জনতা তাহরির স্কোয়ারে ভীড় জমিয়েছে।Nell'esatto momento in cui Mohamed Morsi è stato eletto nuovo Presidente [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato] dell'Egitto la folla si è riversata in piazza Tahrir per festeggiare.
3মিশরীয় বিপ্লবের উপকেন্দ্র এই তাহরির স্কোয়ার উল্লাস আর জয়গানে ভরে যায়।La piazza, epicentro della rivoluzione egiziana, si è riempita di atti di giubilo e canti.
4আকাশে আতশবাজী জ্বলে উঠলেও, উদযাপনের সেই সময় কলঙ্কজনক কিছু ঘটছে।I fuochi d'artificio illuminavano il cielo, ma qualcosa di tetro stava succedendo durante questi momenti di festa.
5সাংবাদিক নাতাশা স্মিথ উদযাপনের জন্যে তাহরির স্কোয়ারে দিকে যাওয়ার সময় তিনি যে গণ যৌন লাঞ্ছনা সহ্য করেন তার সেই অগ্নিপরীক্ষার বর্ণনা দেন “দয়া করে খোদা, দয়া করে এটা বন্ধ কর।”La giornalista Natasha Smith ha raccontato della tremenda disavventura accadutale, cioè una molestia sessuale di massa, mentre si recava a piazza Tahrir per unirsi ai festeggiamenti. Il racconto si trova nel post intitolato “Per favore, Dio.
6শিরোনামের একটি পোস্টে:Per favore, falli smettere. ”:
7শত শত আমার পুরুষ আমার অঙ্গগুলো আলাদা করে ফেলে আমাকে আশেপাশে ছুড়ে দেয়।Centinaia di uomini mi spingevano e mi tiravano.
8তারা আমার স্তন আঁচড়ে আর চেপে ধরে এবং তাদের আঙ্গুল আমার (শরীরের) সম্ভাব্য প্রত্যেক স্থানে জোর করে প্রবেশ করিয়েছে।Mi graffiavano e mi palpavano il seno e inserivano le loro dita dentro di me in qualsiasi modo possibile.
9এতো এতো পুরুষ।C'erano così tanti uomini.
10যা আমি দেখতে পেয়েছি সেটা হলো লোলুপ সব মুখভঙ্গি, ক্ষুধার্ত সিংহের মুখে তাজা মাংসের মতো আমাকে এদিক ওদিক ছুড়ে দেয়ার সময় টিটকারী আর বিদ্রূপ করছে।Tutto ciò che vedevo erano volti maliziosi, che mi sbeffeggiavano e mi schernivano mentre mi strattonavano come carne fresca data in pasto a leoni affamati.
11মহিলারা কেঁদে কঁদে আমাকে বলেছেন “এটা মিশর না!Le donne gridavano e mi dicevano “questo non è l'Egitto!
12এটা ইসলাম না!Questo non è l'Islam!
13দয়া করে, দয়া করে এটাকে মিশর ভাববেন না!”Per favore, non pensare che questo sia ciò che è l'Egitto! “.
14আমি তাকে আশ্বস্ত করে বলেছি আমি জানি এটা সেরকম কিছু নয় - যে মিশর ও তার সংস্কৃতি ও জনগণ, এবং যে সহজাত শান্তির সহনশীল ইসলাম কে আমি ভালবাসি।Le ho rassicurate dicendo loro che sapevo che era una caso, che amo l'Egitto, la sua cultura e le sue persone, e l'innata tranquillità dell'Islam moderato.
15তবে আসলেই আমি প্রতিহিংসাপরায়ণ লোক নই এবং আমি পরিস্থিতির ভিতরটা দেখতে পারি।Sembravano sbalordite. Ma io non sono una persona vendicativa e posso interpretare la situazione.
16আমি যে জায়গাটিকে জানি এবং ভালবাসি এই নোংরা আচরণ তার প্রতিনিধিত্ব করে না।Questo fatto violento non rappresenta il luogo che ho imparato a conoscere e ad amare.
17এই পোস্টটিতে নাতাশার আতংককে জয় করার সাহসের গভীর প্রশংসা থেকে শুরু করে তার বর্ণনাকে অস্বীকার করাসহ এক হাজারের বেশি মন্তব্য এসেছে।Il post ha ricevuto più di 1000 commenti, i quali spaziavano dalle lodi per il coraggio di Natasha, allo sgomento e alla smentita di quanto accaduto.
18এই ঘটনাটি সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক নেমে যাওয়ার অব্যবহিত পরে ১১ই ফেব্রুয়ারী তারিখে প্রতিবেদক লারা লোগা্নের উপর গণ হামলাকে মনে করিয়ে দেয়।L'incidente ricorda la violenza di massa subita dalla reporter Lara Logan l'11 febbraio appena dopo il fermo di Hosni Mubarak.
19লোগানের কী হয়েছিল সেটাও অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ব্লগমণ্ডলে এবং মূলধারার মিডিয়াতে।I fatti occorsi alla Logan hanno sollevato reazioni simili nel mondo dei blog e dei media convenzionali.
20ফেসবুক পৃষ্ঠা থেকে ৪ঠা জুলাই তারিখে যৌন হয়রানির বিরুদ্ধে বিক্ষোভের আহবান জানানো একটি পোস্টার।Un manifesto da Facebook in cui si chiede di partecipare a una protesta contro le molestie sessuali il 4 luglio.
21আরবীতে লেখা আছে: যৌন হয়রানি'কে না (বলুন)।Il testo in arabo dice: No alle molestie sessuali.
22তাকে যত্ন নিন.. রক্ষা করুনPrenditi cura di lei…proteggila
23সম্প্রতি যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়ে একটি মিছিল গণ যৌন হয়রানির মাধ্যমে শেষ হয়েছে।Di recente una marcia che chiedeva la fine delle molestie sessuali è terminata [it] con la molestia sessuale di massa dei manifestanti.
24অধিকার নিয়ে কাজ করা এনজিওরা সতর্ক করেছে যে যৌন সহিংসতার ঘটনা বৃদ্ধি সরকারী বাহিনীগুলোর একটি প্রচেষ্টা নারীদের দমিয়ে রাখার এবং বাহ্যিক জীবনে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ রাখার।Le ONG avvertono che l'aumento delle violenze sessuali è un tentativo dello Stato per intimidire le donne e limitare così la loro partecipazione alla vita pubblica.
25হয়রানি-বিরোধী বিক্ষোভে অংশ নেয়া রীমা লাবিব “তারা কাপুরুষ আর আমি অবিচল।” শিরোনামের একটি পোস্টে তার গল্পটি ভাগাভাগি করেছেন:Reem Labib, che ha partecipato alla marcia condivide la propria storia in un post dal titolo “Loro erano codardi e io rimarrò. ”:
26আমরা স্বাধীনতা, মর্যাদা এবং সমতার দাবিতে রাস্তায় নামি যৌন সহিংসতাসহ বিভিন্ন ঝুঁকি নিয়েই।Siamo scesi in strada domandando libertà, dignità ed uguaglianza conoscendo e accettando i rischi, inclusa la violenza sessuale.
27একটি সুস্থ এবং অনেকটা আশ্রিতের মতো লালনপালন ও পরিবেশ লাভ, এর ঝুঁকি সংক্রান্ত জ্ঞান এবং এটা মেনে নেয়া - কোন কিছুই আপনাকে এর জন্যে প্রস্তুত করে না; আমার সমস্ত অভিজ্ঞতায় এই হামলাটি নিকৃষ্টতম লঙ্ঘন এবং আমি জানি যে এটা সারতে আমার যথেষ্ট সময় লাগবে।Benedetti da una sana educazione e dall'ambiente riparato, la conoscenza del rischio e la sua accettazione non ti preparano a ciò, nulla lo fa; questo attacco è stata la peggior violazione che io abbia mai subito e so che mi ci vorrà del tempo per guarire.
28শারীরিকভাবে আমাকে পরাজিত, ভীত বা চিৎকার করাতে হয়ত এক শত বা ততোধিক শক্তিশালী কামুক উচ্ছৃঙ্খল জনতার প্রয়োজন হয়েছিল, সেটা কোন ন্যায্য লড়াই ছিল না; আমার শরীর অত্যাচারিত এবং কলুষিত হয়েছিল - তারা কেবল আমার খোলসকে আঁচড় দিতে পেরেছে, আমাকে ভিতর থেকে ভাঙ্গতে পারেনি, আমি শিকারে পরিণত হইনি, এবং আমি ভেঙ্গে পড়িনি।Tra la folla un centinaio di molestatori che volevano sopraffarmi fisicamente, spaventarmi, farmi gridare, non era una lotta equa; il mio corpo è stato violato e profanato - ma hanno solo scalfito il mio guscio, non hanno intaccato la mia parte interiore, non sarò vittimizzata, e non mi hanno sconfitta.
29ইতোমধ্যে এক্টিভিস্টরা সবার জন্যে নিরাপদ রাস্তায় দাবি করে ৪ঠা জুলাই হয়রানি্র বিরুদ্ধে একটি বিক্ষোভের অয়োজন করছেন।Nel frattempo gli attivisti stanno organizzando una protesta [ar] per il 4 luglio contro le molestie, chiedendo strade più sicure per tutti.