Sentence alignment for gv-ben-20101028-13221.xml (html) - gv-ita-20101022-25720.xml (html)

#benita
1মেক্সিকো: মারা যাচ্ছে লরমা নামের নদীটি
2লরমা সান্তিয়াগো নদী (সাধারণত এই নদী রিও লরমা নামে পরিচিত) মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম নদী।Messico: il Rio Lerma sta morendo, e i citizen media fanno contro-informazione
3একই সাথে এই নদী দেশটির রাজধানী এবং কেন্দ্রীয় এলাকার সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহৃত হয়। ১৭ ও ১৮ শতকে নদীর পাড়ে বিশাল হেসিয়েনডাস বা চাষের জমি, খামার, বাড়ি, কারখানা, খনি স্থাপন করা হয়।Il fiume Lerma-Santiago [es, come gli altri link eccetto ove diversamente indicato] (meglio noto come “Rio Lerma”) è il secondo fiume del Messico per lunghezza, ed è stato maggior fonte di acqua potabile per la capitale e per la zona centrale del Paese.
4দুর্ভাগ্যক্রমে বর্তমানে নদীটি ধ্বংসের মুখে পতিত হয়েছে।Durante il diciassettesimo e il diciottesimo secolo, lungo il suo corso sono state fondate grandi haciendas.
5বেশ কিছু দুষণের উৎসের কারণে (যেমন কারখানা) নদীটি ভয়াবহভাবে দুষিত হয়েছে। ফলে, নদীর পূর্বের অবস্থা ফিরিয়ে আনা ও তাকে পরিষ্কার রাখার জন্য কোটি কোটি টাকা (মিলিয়ন ডলার) খরচ করা হয়েছে, কিন্তু তা খুব একটা কাজে আসেনি।Purtroppo oggi il fiume sta morendo, fatalmente danneggiato da una quantità considerevole di fonti inquinanti (derivanti, per esempio, da molte fabbriche); e i milioni di dollari spesi nel tentativo di ridargli vita e ripulirlo non sembrano produrre risultati positivi.
6ব্লগ এজেনডাহিডালগুয়েনসে [স্প্যানিশ ভাষায়], মেক্সিকোর রাষ্ট্রপতি ফিলিপে কালডেরন এর একটি বক্তব্য উদ্ধৃত করেছে, তিনি একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। এই সব বিষয়ের মধ্যে জলধারা পরিষ্কার রাখা অন্যতম এক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়:Il blog agendahidalguense, riporta il discorso del presidente messicano Felipe Calderón [it] riguardo l'importanza, per il Messico, di diventare un Paese dove la depurazione delle acque sia un punto importante dell'agenda nazionale:
7সুলডেন ডাভিলা এ বছরের ২৬ মার্চের দিনটির কথা স্মরণ করেছেন, সেদিন ফিলিপে কালডেরন হিনোজোসা সকল অভিনেতা-অভিনেত্রীদের পানির উৎসের ব্যবহার, ব্যবস্থাপনা এবং সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং একসাথে মিলে পানি বিষয়ক এক কর্যক্রম তৈরির কথা বলেন।Shulden Davila ricorda che dal 26 marzo di quest'anno, Felipe Calderon Hinojosa ha fatto appello a tutti gli attori per un coinvolgimento nell'uso, nella gestione e nella preservazione delle risorse idriche, e costruire insieme una Agenda del Agua, che segnerà indubbiamente la storia del Paese.
8নিশ্চিতভাবে বলা যায় আমাদের দেশের জন্য এটি এক ইতিহাস হবে।Ha anche accennato che è necessario realizzare un Messico pulito, dove vengano trattate il 100% delle acque reflue [it].
9এছাড়াও, তিনি উল্লেখ করেন যে আমাদের পরিবেশগতভাবে পরিষ্কার এক মেক্সিকোকে তৈরি করা প্রয়োজন, যেখানে শত ভাগ ব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া পানিকে (গৃহস্থালী, ইত্যাদি কাজে নষ্ট হয়ে যাওয়া পানি বা ওয়েস্ট ওয়াটার) পুনরায় পরিশোধিত করা হবে।Un Messico dove l'intera popolazione abbia accesso all'acqua potabile. Un Messico responsabile dell'ambiente, dove si protegga non solo l'equilibrio delle sue falde acquifere, ma anche degli interi sistemi ambientali e dei vari ecosistemi.
10এমন এক মেক্সিকোকে আমাদের নির্মাণ করতে হবে যেখানে সমগ্র জনগোষ্ঠীর সুপেয় পানির উপর অধিকার থাকবে, এমন এক মেক্সিকো যা পরিবেশ বিষয়ে দায়িত্বশীল হবে, যেখানে আমরা কেবল ভারসাম্যপূর্ণভাবে পানির প্রাকৃতিক উৎস সংরক্ষণ করব না, তার সাথে পুরো পরিবেশগত পদ্ধতি এবং মাইক্রোসিস্টেম বা ক্ষুদ্র সব যান্ত্রিক ব্যবস্থাপনাকে সংরক্ষণ করব।
11পানি নিয়ে কর্মসূচি: ২০৩০ সালকে উপস্থাপন নামক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ফিলপে কালডেরন।
12ছবি ফ্লিকার ব্যবহারকারী গবিয়েরনো ফেডারেলের।Il Presidente Felipe Calderón alla presentazione di Agenda del Agua 2030.
13এট্রিবিউশন-ননকর্মাশিয়ার ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Foto del Gobierno Federal, ripresa da Flickr con licenza Creative Commons Attribution Non Commercial 2.0
14দুষণContaminazione
15প্যাট্রিসিয়া ভেগা ভিলাভিসিয়েনসিও-এর লেখা এবং আইএসপি সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত “মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া নদী অববাহিকার জন্য কোন অর্থ বরাদ্দ নেই” নামক প্রবন্ধ অনুসারে নদীর পানি পরিষ্কার করার জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু তার খুব সামান্যই কাজে এসেছে:Secondo l'articolo “No Funds for Dying River Basin“, di Patricia Vega Villavicencio, e pubblicato sulla testata ISP (InterPress Service) [en], sono state spese ingenti somme di denaro per il risanamento del fiume, con scarsi risultati:
16গত ১৬ বছর মেক্সিকো রাজ্যের স্থানীয় সরকার যা মেক্সিকো সিটির কেন্দ্রীয় জেলার সীমানায় অবস্থিত, তারা নষ্ট হয়ে যাওয়া নদীর পানি পরিশোধনের জন্য ৭১৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে এবং রাজ্য জুড়ে বয়ে যাওয়া ১২৫ কিলোমিটার গতিপথের মাত্র ২৭ শতাংশ পরিষ্কার করতে পেরেছে। স্থানীয় অধিবাসীরা ভালো করেই জানে যে নদীর পানি দূষিত হয়ে গেছে।Negli ultimi 16 anni, il governo locale dello Stato del Messico, confinante con il distretto federale di Città del Messico, ha speso 714 milioni di dollari USA in impianti di trattamento per le acque reflue ed è riuscita a ripulire soltanto il 27% dei 125 chilometri del corso del Lerma in tale Stato.
17কারণ সেই এলাকাতে গুরুত্বপূর্ণ কিছু শিল্পপ্রতিষ্ঠান এবং কারখানা গড়ে উঠেছে ( এ সবের মধ্যে রয়েছে মাংস, দুগ্ধজাত দ্রব্য, পানীয়, মণ্ড, এবং কাগজ, চামড়াজাত সামগ্রী, পেট্রোলিয়ামজাত রাসায়নিক উপাদান এবং রাসায়নিক পদার্থ তৈরির কারখানা) এবং এইসব কারখানার বর্জ্য দ্রব্য নদীতে এসে পড়ে।Tra la popolazione locale è noto il livello d'inquinamento del fiume, considerando che le importanti industrie e fabbriche della zona (che producono carne, latticini, bevande, cellulosa e carta, articoli in pelle, prodotti chimici e petrolchimici) rilasciano i loro rifiuti direttamente nel fiume.
18প্রবন্ধের পরবর্তী অংশে ভেগা ভিলাভিসেনসিও বলে চলেছেন:Più oltre nell'articolo, Vega Villavicencio continua così:
19দৃশ্যত মনে হচ্ছে লরমা নদীকে দুষিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।Sembra non ci siano prospettive per un cessate il fuoco riguardo al fiume Lerma.
20পরিবেশবিদরা হিসেব করে দেখেছেন যে এই নদীর ৯০ ভাগই দুষিত হয়েছে এবং তারা ভবিষ্যদ্বাণী করেছে যে, যদি পরিকল্পনা কৌশল না পাল্টানো হয়, তাহলে কোন পরিশোধন অভিযানে পানিকে দূষণ মুক্ত করা সম্ভব না।Secondo gli ambientalisti il 90% delle sue acque sono contaminate, e nessun risanamento sarà possibile finché non cambieranno le strategie generali.
21জিম এন্ড কারোল'স মেক্সিকো এ্যাডভেঞ্চার ব্যাখ্যা করছে:Jim & Carole's Mexico Adventure spiega [en]:
22অনেক বছর ধরে, উজান থেকে বয়ে আসা লরমা নদীর পানি কৃষিকাজের কারণে নষ্ট হয়েছে।Per molti anni il Lerma è stato impoverito usandone le acque controcorrente a scopo agricolo.
23এছাড়া কারখানা থেকে আসা শিল্প বর্জ্য নদীর স্রোতের মাধ্যমে তার বুকে এসে জমা হচ্ছে, একই সাথে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক উপাদানও এই নদীতে এসে পড়ছে।È anche diventato bacino di scarico per grandi quantità di inquinanti industriali provenienti dalle fabbriche lungo il suo corso, così come per il travaso di prodotti chimici usati in agricoltura.
24ব্লগ কাজাডোর ডে লা ভেরডাড [স্প্যানিশ ভাষায়] (সত্য শিকারী) দুটি ভিডিও পোস্ট করেছে, যেগুলো নদী দুষণের প্রভাব প্রদর্শন করছে।Il blog Cazador de la Verdad pubblica due video sugli effetti dell'inquinamento.
25ঘটনার প্রভাবConseguenze
26লরমা নদী দুষণের ফলে যে ক্ষতি হয়েছে তার মূল্য অনেক, এমনকি তা অপূরণীয়। বেশ কিছু সংবাদে প্রকাশ হয়েছে, যে সমস্ত লোকেরা এই নদীর কাছে বাস করা তারা এই দুষণের ফলে শারীরিক ভাবে আক্রান্ত হয়েছে।L'inquinamento del fiume Lerma sta producendo effetti costosi, se non addirittura incalcolabili, mentre varie pubblicazioni riferisce dei danni fisici rilevati da quanti vivono nelle sue vicinanze.
27২০০৭ সালে ব্লগ টুলুকা গ্রিংগার ব্লগার ক্রিস্টিন টাইলর নামক ভদ্রমহিলা এই নদীর সামনে দাঁড়াবার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন:
28এর আগে যতবার আমি মেক্সিকো সিটি পার হয়ে গেছি, ততবার আমি সেই গন্ধটি পেয়েছি।Nel 2007 Kristan Taylor scriveva quanto segue [en] sul blog Toluca Gringa:
29এটা মূলত রাতে এই বিশ্রী গন্ধ তীব্র হয়, যখন কারখানাগুলো চোখের পলকে পরিত্যক্ত বর্জ্য নদীতে নিক্ষেপ করে।Ne sentivo (la puzza) ogni volta che passavo di lì per andare a Città del Messico.
30নেসলের চকলেটের পাউডার এই দুষণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অপরাধী।Particolarmente putrido di notte, quando le fabbriche scaricano i liquami nell'acqua, senza battere ciglio.
31এখন এসব?Grazie, Nestlé.
32সম্প্রতি আমি দিনের বেলা সেখানে গিয়েছিলাম।Il cioccolato in polvere è decisamente criminale. E ora questo?
33দশ মিনিটের মধ্যে আমার কণ্ঠনালীর পেছনে এক বিচিত্র জ্বলন অনুভব করলাম।Sono stata lì di giorno, recentemente. In 10 minuti ho sentito un curioso bruciore alla gola.
34এটা কোন কৌতুক নয়।Non scherzo.
35কয়েক ঘন্টা পর যখন আমি এলাকাটি ত্যাগ করলাম, তখন আমার চোখ জ্বালা করছিল।Ho avvertito un bruciore agli occhi per un paio d'ore dopo essermene andata.
36পানিতে কোন কিছু ছিল না, সেখানকার কোন প্রাণী আর জীবিত নেই, অন্তত কয়েক প্রকার পরিবর্তিত কিছু প্রাণী তারা দুর্গন্ধময় পানির মধ্যে টিকে থাকতে সমর্থ হয়েছে।
37যে পানির স্তর আমাকে স্মরণ করিয়ে দেয়, শেষ বারের যখন আমি সেখানে গিয়েছিলাম তখন তা তৃতীয় মাত্রার পুড়ে যাওয়ার থেকে শরীরের যে রকম জ্বলন হয়, সে রকম জ্বলন সৃষ্টি করেছিল।
38পেরিওডিকা এল সুর [স্প্যানিশ ভাষায়] (সাউথ জার্নাল)-এ প্রকাশিত একটি প্রবন্ধ এটি নিশ্চিত করা হয়েছে যে, লরমা নদীর দূষণের ফলে “ক্যান্সার রোগে মৃত্যুর পরিমাণ উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে”।Non c'è niente nell'acqua. Niente di vivo, almeno, fatta eccezione per alcuni ceppi di qualcosa che riesce a sopravvivere all'acqua infetta, la cui superficie mi ricorda l'ultima volta che ho avuto un'ustione di terzo grado sulla pelle.
39মিচোয়াকান থেকে প্রকাশিত অন্য এক সংবাদপত্র, লা জরনাডায় [স্প্যানিশ ভাষায়] লেখক সেলিক মেনডোজা লিখেছে: এখানকার শিশুদের মধ্যে এক ধরনের ক্যান্সার (লিউকেমিয়া) দেখা যাচ্ছে, যা নদী দুষণের কারণে ঘটছে ।Periódico El Sur pubblica un articolo dove si conferma che c'è stato un notevole aumento di decessi causati dal cancro, dovuto alla contaminazione del Rio Lerma.
40আর এই নদী দূষিত হচ্ছে সেখানে অবাধে বর্জ্য ফেলার কারণে।La Jornada di Michoacán, l'autore Celic Mendoza scrive:
41গবেষক জেফ কোনান্ট-এক প্রবন্ধ লিখেছেন যা আর্থ আইল্যান্ড জার্নাল-এ [স্প্যানিশ ভাষায়] প্রকাশিত হয়েছে।Molti bambini che vivono nei pressi del bacino fluviale sono stati colpiti da diversi tumori come la leucemia, in conseguenza della contaminazione dell'affluente.
42সেখানে তিনি এক বেদনাদায়ক ঘটনার কথা উল্লেখ করেছেন:Il ricercatore Jeff Conant rilancia un articolo pubblicato da Earth Island Journal [en]:
43জানুয়ারী ২০০৮-এ মিগুয়েল এনজেল লোপেজ রোচা নামের আট বছরের এক বালক সান্তিয়াগো নদীর কাছে এল সালটো নামের এক ঝর্ণায় পড়ে যায়।Nel gennaio del 2008, una ragazzo di otto anni, Michel Angel Lopez Rocha, è caduto nel fiume Santiago, vicino alle cascate di Salto.
44পরে দ্রুত বালকটিকে উদ্ধার করা হয়। দুইদিন পরে সে অসুস্থ হয়ে পড়ে।Il ragazzo è stato immediatamente tratto in salvo, ma si è ammalato nei due giorni successivi.
45উনিশ দিন পড়ে সে মারা যায়।È morto diciannove giorni dopo.
46মেডিকেল রিপোর্ট জানা যায় সেপ্টিসিমার কারণে তার মৃত্যু হয়েছে। সাধারণ রক্ত যদি দূষিত হয়, তবে তাকে সেপ্টিসিমা বলা হয়।Il referto medico riportava che la causa del decesso è stata la setticemia, una forma generica d'infezione al sangue.
47অন্য এক শবব্যবচ্ছেদ পরীক্ষা নির্দেশ করে যে তার শরীরে ভারী ধাতব বিষ ঢুকে গিয়েছিল। মিগুয়েল এনজেলের দেহে স্বাভাবিকের চেয়ে দশগুণ বেশী মাত্রায় ভয়াবহ আর্সেনিক পাওয়া গিয়েছিল।Un'altra autopsia ha rivelato l'avvelenamento da metalli; l'arsenico presente nel sangue di Miguel Angel era 10 volte superiore alla dose letale.
48এই বালকটির মৃত্য এক অপ্রত্যাশিত আঘাতের সৃষ্টি করে এবং তা মেক্সিকোর অন্যতম এক পরিবেশ বিপর্যয়ের দিকে মনোযোগ আকর্ষণ করে।
49কিন্তু কেবলমাত্র মানুষেরাই এই দুষনের কারণে আক্রান্ত হচ্ছে না। লা জরনাডা অন্য এক প্রবন্ধে এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে:La morte del ragazzo ha causato uno shock generale e attirato l'attenzione su uno dei peggiori disastri ambientali del Messico.
50লরমা নদীর হাজার হাজার মাছ মারা গেছে। কুয়োট্রো মিলপাস সম্প্রদায় ভয়াবহ দুষণের কারণে প্রচণ্ড ভুগছে, যেমনটা পরিবেশবাদী দল বলছে।Ma gli esseri umani non sono gli unici ad essere colpiti, come riferisce La Jornada in un altro articolo:
51পৌরসভা এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি স্বাভাবিক কর্যক্রমের অভাবে এটি ঘটেছে, আসলে অক্সিজেনের অভাবে এই ঘটনা ঘটেছে। সবশেষে এই ইউটিউব ভিডিওটি পোষ্ট করেছে [স্প্যানিশ ভাষায়] ব্যবহারকারী নাটিটাচুলিটা।Migliaia di pesci sono morti nel fiume Lerma, all'altezza della comunità Cuatro Milpas, a causa della grave contaminazione di cui soffre l'affluente, secondo le segnalazioni di gruppi ambientalisti, mentre le autorità municipali hanno sostenuto trattarsi di un fenomeno naturale, come conseguenza della carenza di ossigenazione.
52ভিডিওটি লরমা নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরছে। এই ভিডিওর নাম, “আগুয়া পারা ইয়োরা [স্প্যানিশ ভাষায়]” যার মানে “কান্নার জন্য জল”Infine, questo video pubblicato su Youtube da natitachulita mostra la situazione attuale del fiume Lerma.