# | ben | ita |
---|
1 | আরো একবার অস্কার পুরস্কারের মনোনয়নে চালকের আসনে মেক্সিকোর নাগরিকেরা | Ancora una volta, il Messico sarà protagonista agli Oscar |
2 | আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু, ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। | Alejandro González Iñárritu (Immagine da Wikimedia Commons) |
3 | পরপর দ্বিতীয় বারের মত, মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতারা একাডেমি অফ মোশান পিকচার্স এন্ড সায়েন্স বা অস্কার নামে পরিচিত পুরস্কারের মনোনয়নে এগিয়ে রয়েছে। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকান নাগরিক বার্ডম্যান চলচ্চিত্রের পরিচালক আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু। | Per il secondo anno consecutivo, i cineasti messicani saranno protagonisti nella cerimonia degli Academy Awards, conosciuti anche come premi Oscar; a capo della delegazione ci sarà Alejandro González Iñárritu [it, come i link seguenti, salvo diversa indicazione], regista di Birdman. |
4 | গত বছর এভাবেই এগিয়ে ছিলেন মেক্সিকোর চলচ্চিত্র পরিচালক আলফন্সো কুয়ারোন, স্বনামধন্য চলচ্চিত্র ‘গ্রাভিটির' পরিচালক। | L'anno scorso lo stesso ruolo era toccato a Alfonso Cuarón, che aveva diretto l'acclamato Gravity. |
5 | কেবল বার্ডম্যান ছবির পরিচালক হিসেবে নয় সাথে আরেকটি চলচ্চিত্রে সেরা চিত্রনাট্যকার হিসেবেও ইনারিটু মনোনয়ন লাভ করেছে। ‘লা ইনেসপারেদাদা ভার্চু ডে লা ইগনোরেন্স' (উপেক্ষার অপ্রত্যাশিত গুণ) নামে পরিচিত সেই চলচ্চিত্রে শব্দ সম্পাদনার জন্য মার্টিন হার্নানদেজও মনোনয়ন লাভ করেছে। | Iñárritu, infatti, ha ricevuto una nomination non solo come miglior regista ma anche come miglior sceneggiatore, mentre Martín Hernández compete per la statuetta come miglior montaggio sonoro per lo stesso film, il cui titolo completo è Birdman or (The Unexpected Virtue of Ignorance). |
6 | মেক্সিকোর নাগরিক ইমানুয়েল লুবেজকি (ওরফে “এল চিভো”) সেরা চিত্রগ্রাহকের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। | Emmanuel Lubezki (detto “El Chivo”), invece, gareggia nella categoria per la migliore fotografia; un anno fa si è aggiudicato l'Oscar per Gravity. |
7 | | Che alla consegna degli Oscar ci siano diversi messicani e più opere in gara, è un fatto piuttosto straordinario visto che, malgrado il successo dell'anno scorso di Cuarón e Lubezki, troppo spesso l'Academy e il pubblico hanno sottovalutato il potenziale e il talento dei cineasti provenienti dal sud della frontiera statunitense. |
8 | এর আগের বছর, গ্রাভিটি চলচিত্রের জন্য তিনি এই বিভাগে পুরস্কার লাভ করেছিলেন। এই এক অস্বাভাবিক বিষয় যে অস্কার মেক্সিকোর নাগরিকদের চলচ্চিত্রে অংশগ্রহণ বিষয়টিকে স্বীকার করে নিয়েছে। | Ciò nonostante, Iñárritu non è di certo un nome nuovo nella lista delle nomination; nel 2007, infatti, il cineasta messicano (conosciuto anche come “El Negro”) era stato nominato per il premio come miglior regista per Babel, che poi è stato assegnato a The Departed di Scorsese. |
9 | এদিকে এই বিষয়টি সত্য যে, ২০১৪ সালে কুয়ারোন এবং লুবেজকি-এর কাজ আমাদের মনে করিয়ে দেয় যে একাডেমি এবং চলচ্চিত্রের দর্শকের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের এই সকল চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা এবং প্রতিভার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, এই ধরনের অন্য সকল পুরস্কারের ক্ষেত্রে এই সকল প্রতিভা উপেক্ষিত রয়ে যায় । | E anche The Reaper (La Parka), opera [en] scritta e diretta da Gabriel Serra Argüello e prodotta dal Centro de Capacitación Cinematográfica, A.C. [es], ha ricevuto una nomination agli Oscar come miglior cortometraggio documentario. A differenza di Birdman o Gravity, però, La Parka è una produzione messicana, mentre le altre due pellicole sono prodotte da compagnie internazionali. |
10 | এটা বলা যাবে না যে, গোনজালেজ ইনারিটুর এই প্রথম অস্কারের মনোনয়ন প্রাপ্তি। | I produttori di La Parka hanno annunciato così la nomination [es, come tutti i tweet seguenti]: |
11 | “এল নেগ্রো” নামে পরিচিত গোনজালেজ ২০০৭ সালে বেবেল নামক চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়ন পান, তবে সেবার তিনি পুরস্কার জিততে পারেননি। | Aquí puedes ver el trailer de #LaParka, nominada al Óscar a Mejor Cortometraje Documental. Producción del @CCCMexicohttps://t.co/7fWHohHJb3 |
12 | এদিকে লা পারকা বা পুনরাবির্ভাব নামক চলচ্চিত্র, যার প্রয়োজক সেন্ট্রো ডে ক্যাপাসিতাসিওন সিনেমাটোগ্রাফিকা, এসি, সেটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। | - El CCC | México (@CCCMexico) January 15, 2015 Qui potete vedere il trailer di La Parka, che è stato nominato agli Oscar come miglior cortometraggio documentario. |
13 | এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের রচয়িতা এবং নির্দেশক গ্যাব্রিয়েল সেররা আরগুয়েলো। | Prodotto da @CCCMexico |
14 | বার্ডম্যান বা গ্রাভিটির মত লা পার্কারও প্রযোজক মেক্সিকোর একটি প্রতিষ্ঠান, এদিকে এর আগেরটির নির্মাতা আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। | E l'appoggio al cortometraggio è arrivato anche dal Nicaragua: Felicidades #gabrielserra #Oscars2015 #LaParka |
15 | লা পারকার নির্মাতারা অস্কারে এর মনোনয়ন প্রাপ্তির বিষয়টিকে টুইটারে এভাবে ঘোষণা করে: | - Ruth Chavarria (@RUTHGBY) January 15, 2015 Complimenti Gabriel Serra! |
16 | এখানে আপনারা লা পারকার ট্রেলার দেখতে পারেন, যা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন লাভ করেছে, যার নির্মাতা সিসিসমেক্সিকো। | Martín Hernández ha ricevuto la notizia della nomination durante il suo programma radiofonico “Así las cosas”; queste le reazioni dei suoi colleghi: |
17 | নিকারাগুয়া থেকে নাগরিকরা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে: অভিনন্দন। | Así se ve #MartínHernández en la cabina de @WRADIOMexico luego de su nominación #Birdman #Oscars2015 http://t.co/5WyhwWeDub |
18 | মার্টিন হার্নানদেজ যখন তার রেডিও অনুষ্ঠান “আসি লস কোসাস” প্রচার করছিল, তখন সে এই সংবাদ শুনতে পায় এবং আর এভাবে তার সহকর্মীরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে: | - Así Las Cosas (@asilascosasw) January 15, 2015 Guardate Martín Hernández nella cabina di @WRADIOMexico dopo la nomination di Birdman |
19 | ডাব্লিউরেডিওমেক্সিকোর কক্ষ থেকে মার্টিন হার্নানদেজ, মেক্সিকোর চলচ্চিত্র বার্ডম্যান ২০১৫-এর অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে। | Questo è stato invece il commento di Osvaldo Suárez in merito all'opera di Iñárritu: siempre me ha gustado el trabajo de Gonzales Iñarritu, sobre todo su gran película “Birdman” excelente historia !! |
20 | ওসভাল্ডো সুয়ারেজ গোনজালেজ ইনারিটুর কাজের বিষয়ে মন্তব্য করেছে: | - Osvaldo Suarez (@paul_suco) January 15, 2015 |
21 | আমি সবসময় গোনজালেজ ইনারিটুর কাজ পছন্দ করি, বিশেষ করে তার অসাধারণ চলচ্চিত্র “বার্ডম্যান”, দারুণ কাহিনী!! | mi è sempre piaciuto il lavoro di Iñarritu, soprattutto “Birdman”, grande film e grande storia !! |
22 | ৮৭ তম বার্ষিক অস্কার পুরস্কার ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। | L'ottantasettesima edizione dei premi Oscar avrà luogo il prossimo 22 febbraio al Dolby Theatre di Los Angeles. |
23 | অন্য কয়েকটি সফল চলচ্চিত্রের সাথে বার্ডম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে রয়েছে দি ইমিটেশন গেম, সেলমা (মার্টিন লুথার কিং জুনিয়র-এর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত) এবং দি থিউরি অফ এভরিথিং (অধ্যাপক স্টিফেন হকিন্স-এর জীবনীভিত্তিক এক বই -এর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র)। | Birdman gareggia con altri film di successo come The Imitation Game, Selma - La strada per la libertà (film sull'attivismo di Martin Luther King), La teoria del tutto (adattamento del libro sulla vita sentimentale del Prof. Stephen Hawking), e anche le pellicole Grand Budapest Hotel, Boyhood, American Sniper e Whiplash. |
24 | এছাড়াও রয়েছে দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল, বয়হুড, আমেরিকান স্নাইপার এবং হুইপল্যাশ -নামক চলচ্চিত্র। | Il Dolby Theatre all'interno dell'Hollywood & Highland Center. |
25 | হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারে অবস্থিত ডলবি থিয়েটার, ছবি লেখক-এর। | Immagine dell'autore J. Tadeo. |
26 | এদিকে, সেরা পরিচালক পদে গোনজালেজ ইনারিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকার চলচ্চিত্র নির্মাতা যেমন ওয়েস এ্যান্ডারসন (দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল), রিচার্ড লিনকালেটার (বয়হুড),বেনেট মিলার (ফক্স ক্যাচার) এবং নরওয়ের পরিচালক মর্টেন টাইলেডম (দি ইমিটেশন গেম)-এর সাথে, আশা করা হচ্ছে যে ইনারিটু এবার এই পুরস্কার মেক্সিকোয় নিয়ে আনবে। তবে এমনটাও ধারণা করা হচ্ছে যে এটা মেক্সিকোর জন্য সহজ কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না। | Tra i registi, invece, Iñárritu compete per il premio di miglio regista con gli statunitensi Wes Anderson (Grand Budapest Hotel), Richard Linklater (Boyhood), Bennett Miller (Foxcatcher) e con il norvegese Morten Tyldum (The Imitation Game), tutti molto agguerriti: per il cineasta messicano non sarà per niente facile portare a casa l'ambita statuetta . |