# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: খারাপের মাঝ থেকে ভালো লোক বের করা খুব কঠিন আমার ক্যামেরা। | Colombia: video per raccontare storie ignorate dai media o per dare punti di vista poco popolari |
2 | ছবি মারসিন উইচেরি। | |
3 | প্রথমত: মা এবং পরিবারের সদস্যদের একটি প্রতিবাদ শোভাযাত্রায় দেখা যাচ্ছে যেখানে সামরিক বাহিনী কোন রকম শাস্তির মুখোমুখি হবার ভয়ে ভীত না হয়ে এক তরুণকে মেরে মেরে ফেলে যাকে বলা হচ্ছে ফলস পজেটিভ বা ভুল করে মেরে ফেলা। | |
4 | সম্প্রতি অপরাধী বলে মনে নিরীহ ব্যক্তিকে মেরে ফেলার এই ঘটনায়, মনে হয়েছে যে সামরিক বাহিনী এই তরুণ ব্যক্তিকে গ্রাম্য এলাকায় কাজ দেবার কথা বলে প্রলুব্ধ করে। | Grazie ai citizen video alcune organizzazioni colombiane di diversa natura hanno trovato il modo di informare sui propri punti di vista riguardo crimini, violenze e conflitti armati, laddove è difficile la distinzione tra “bravi ragazzi” e criminali. |
5 | সেখানে নিয়ে তাকে তারা হত্যা করে এবং এমন ভাবে রেখে যায় যেন দেখে মনে হয়, যে গোলাগুলির সময় এক গেরিলা যোদ্ধা নিহত হয়েছে। | |
6 | তবে যখন এই বিচার নির্ধারিত সময় আরম্ভ হতে পারেনি, তখন সামরিক বাহিনীর অভিযুক্ত ১৭ জন ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয়, । | Nel primo video, madri e familiari marciano per protestare [sp] contro l'impunità delle forze armate sulla morte dei propri figli [sp] in quelli che vengono definiti casi di Falsi Positivi. |
7 | দ্বিতীয় দলটি হল নাসা আদিবাসী গোষ্ঠী, যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এক গল্প সবার সামনে তুলে ধরার সুযোগ লাভ করেছে যা গণমাধ্যম এড়িয়ে গেছে। | |
8 | এই ঘটনায়, মাইন বা মাটিতে পোতা বোমা, মর্টার শেল বা গোলা এবং অন্য সব অস্ত্র আদিবাসীদের সংরক্ষিত এলাকায় ফেলে রাখা হয়। | Nei più recenti di tali casi [in], sembra che i militari adescassero i ragazzi con promesse di lavoro in aree rurali, dove venivano fatti fuori facendoli poi passare per guerriglieri uccisi durante un'azione repressiva. |
9 | এই এলাকাটি বৈধ (সামরিক বাহিনী) এবং অবৈধ অস্ত্রধারীদের (গেরিলারা) লড়াইয়ের মাঝখানে পড়ে থাকা এক অঞ্চল। | Ciò nonostante, i 17 militari accusati dei delitti [sp] sono stati prosciolti per decorrenza dei termini processuali. |
10 | এই জমি নিয়ে বিতর্ক রয়েছে। ইনডিজেনাস সিকিউরিটি সার্ভিস বা আদিবাসীদের নিরাপত্তা প্রদান করা বাহিনীকে প্রায়শ:ই এই এলাকাকে পরিষ্কার করতে হয়। | Il secondo gruppo in questione è la comunità indigena Nasa [sp], che grazie al loro canale YouTube [sp] ha l'opportunità di raccontare la propria versione di una storia regolarmente ignorata dai mass media. |
11 | এর মধ্যে রয়েছে বাড়ি। সামরিক বাহিনী এবং গেরিলারা যে সমস্ত অস্ত্র ফেলে যায় তাদের সেগুলোকে নষ্ট করতে হয়। | In questo caso, mine, granate e altre armi vengono lasciate nella riserva indigena, che si trova nel mezzo delle aree contese tra gruppi armati, legali e illegali. |
12 | এই ভিডিওতে তারা অস্ত্রধারীদের আহ্বান জানাচ্ছে যেন তারা ল্যান্ড মাইনে বা মাটিতে পুতে রাখা বোমা ব্যবহার বন্ধ করে। | Il servizio di sicurezza indigeno deve “spazzare” l'area di frequente, case comprese, per disfarsi delle armi lasciate sia dall'esercito nazionale sia dai guarriglieri. |
13 | তারা যেন অন্তত যে সমস্ত অস্ত্র অব্যবহৃত রয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে যায়, যাতে এইসব অস্ত্রের কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকদের জীবন না চলে যায়। | Nel video, i Nasa chiedono ai militari di smetterla di disseminare le mine e almeno di bonificare la zona dalle munizioni inesplose prima che i membri della comunità finiscano per camminarci sopra. |
14 | তৃতীয় ভিডিওটি, এলাকার এক সংবাদপত্র স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করেছে যেখানে তিনি বছর শেষে অপরাধের হিসেব ভারসাম্য আনার কথা বলছেনে। | Il terzo video documenta l'intervista realizzata da un giornale di quartiere [sp] alle forze di polizia per un bilancio delle attività a fine d'anno. |
15 | এই সাক্ষাৎকারের নাম “খারাপ প্রতিবেশী দের উপর নজর রাখুন”। | Nell'intervista [sp], intitolata “Occhio al vicino!” l'agente cita un caso emblematico. |
16 | এই সাক্ষাৎকারে কর্মকর্তা এক ঘটনার কথা উল্লেখ করেন যেখানে একদল অপরাধী এক সুসজ্জিত এপার্টমেন্ট বা বাসায় থাকত, যা প্রতিবেশীদের অনেক বিস্মিত করেছিল। | |
17 | তারা লন টেনিস র্যাকেট বহন করার ব্যাগে করে অস্ত্র পাচার করত। এই ব্যাগ কেবল এই কাজের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল। | I membri di una banda criminale, che vivevano in un appartamento situato in un complesso residenziale “per bene” tra la sorpresa dei vicini, contrabbandavano armi in sacche come quelle per il trasporto delle racchette da tennis. |
18 | তবে কর্মকর্তাটি এরপর যে কাজটি করতে অনুরোধ করেন তা যে কাউকে বিস্মিত করবে: তিনি বলেন, প্রতিবেশীদের উপর নজর রাখুন এবং যদি আপনি দেখেন যে প্রতিবেশী তরুণ ব্যক্তি একা বাস করছে এবং প্রচুর টাকা উড়াচ্ছে, বেশির ভাগ সময় বাইরে খাচ্ছে এবং তাদের এপার্টমেন্টে বা বাসগৃহে সুন্দরী নারীদের নিয়ে আসছে, বিশেষ করে এই সমস্ত রমণীরা দেখতে পতিতাদের মত, তা হলে তারা হয় মাফিয়া বা গুণ্ডা দলের সদস্য। | |
19 | আপনি কি অন্য কোন সম্প্রদায় বা সংগঠনের লোকদের কথা জানেন, যারা তাদের ঘটনা তুলে ধরার জন্য ভিডিও ব্যবহার করছে? যে ঘটনা প্রচার মাধ্যম তুলে ধরে না, অথবা এমন ঘটনার কথা জানেন কি না, যেখানে কেউ ঘটনাটিকে বলার ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যবহার করছে? | Ma ciò che sorprende di più è il consiglio generale dell'agente di polizia: fate caso ai vicini, e se vedete dei ragazzi che vivono soli e maneggiano molti soldi, passano il tempo a mangiare e portano a casa ragazze attraenti, che sembrano delle squillo, ebbene potrebbero appartenere a un'organizzazione mafiosa. |
20 | অনুগ্রহ করে সে সব কথা আমাদের জানান, আমাকে কোন মন্তব্য প্রদান বা কোন লেখার মাধ্যমে! | Siete a conoscenza di altre comunità e organizzazioni che utilizzano i video per raccontare storie ignorate dai mass-media oppure per condividere punti di vista diversi su vicende che fanno notizia? |
21 | এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ. | Fatecelo sapere nei commenti o mandatemi un'email! |
22 | ফ্লিকার. কম/ফটোস/মিউইচারি//সিসি বিওয়াই ২. ০ | Foto-thumbnail tratta da: http://www.flickr.com/photos/mwichary/ (con licenza CC BY 2.0) |