# | ben | ita |
---|
1 | মিশর: ছবিতে ২৫ জানুয়ারির বিক্ষোভ | Egitto: foto e immagini delle dimostrazioni in corso |
2 | এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। | |
3 | একটি ছবি হাজার টুইটের চেয়ে বেশি কথা বলে, বিশেষ করে যখন মিশরে আজকের চলমান বিক্ষোভের প্রদর্শনের তথ্য যাতে প্রকাশ না হয় তার জন্য টুইটার বন্ধ করে রাখা হয় । আজ মিশরে সেই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। | In questi giorni, in Egitto una foto vale più di mille tweet, specialmente ora che Twitter è bloccato [it] per fermare il flusso di informazioni sulle manifestazioni in corso [it] nel Paese. |
4 | মিশরীয় ব্লগার জেইনোবিয়া নামক ভদ্রমহিলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই দিনে তিনি তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়বেন এবং রাস্তায় গিয়ে কিছু ছবি তুলবেন এবং সেগুলো তার ফ্লিকার একাউন্টে উঠিয়ে দেবেন: | La blogger egiziana Zeinobia [en], si è munita di macchina fotografica ed è scesa in strada a scattare delle foto, caricandole sul suo account Flickr. Eccone alcune: |
5 | এই ছবিটি তুলেছে জেইনোবিয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | Il Cairo: diecimila poliziotti schierati in strada già dal mattino. Foto di Zeinobia, con licenza Creative Commons. |
6 | আজ মিশরের জাতীয় ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকা। | L'altro ieri, 25 gennaio, era festa nazionale e le strade erano vuote. |
7 | তারপরেও নিরাপত্তা পুলিশ বিক্ষোভকারীদের স্রোত নিয়ন্ত্রণে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে। | Le forze dell'ordine hanno rapidamente deciso come grestire la folla di manifestanti, specialmente rispetto al controllo del tipico traffico per le strade de Il Cairo. |
8 | বিশেষ করে তারা বিক্ষোভকারীদের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করার সুবিধা লাভ করে, যখন কায়রোর নিত্য দিনের চেনা ট্র্যাফিক জ্যামের দৃশ্য এদিন দেখা যায়নি । | La forze dell'ordine hanno bloccato alcune delle piazze e degli incroci principali. Le auto sono state fatte passare, quando possibile, sui ponti e nelle gallerie…tanto è un po' difficile manifestare in una galleria, no!? |
9 | এই ছবিটি জেইনোবিয়ার তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | Alcuni utenti Twitter hanno segnalato la chiusura della metropolitana per controllare meglio i manifestanti. |
10 | রাশাদ নিউ নেটওয়ার্ক কায়রোর কেন্দ্র স্থলের তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীদের এক বিস্ময়কর ছবি তাদের ফেসবুকের পাতায় প্রকাশ করেছে। | Foto di Zeinobia, con licenza Creative Commons. Rassd New Network ha pubblicato sulla sua pagina Facebook [ar] (Foto soggetta al copyright di Getty Image copyright. |
11 | (বিশেষ সংবাদ: এই ছবিটি দৃশ্যত গেটি ইমেজ নামে কপিরাইট করা, বিষয়টি দেখার জন্য ওয়াশিংটন পোস্ট-এ প্রবেশ করুন) | Per informazioni fare riferimento al Washington Post [en]) una foto incredibile dei manifestanti in Piazza Tahrir [ar] (Piazza della Liberazione), nel centro de Il Cairo. |
12 | সন্ধ্যায়, এল-তাহরির স্কোয়ারের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা সত্যিকার অর্থে বিশাল এক জনতায় পরিণত হয়। | In serata, i manifestanti radunatisi Piazza Tahrir [it] sono aumentati in modo esponenziale. |
13 | বর্তমানে মাইদান এল-তাহরির বা তাহরির চত্বর অজস্র প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এর মধ্যে অন্যতম মার্চ ২০০৩ সালের প্রতিবাদের, যখন জনতা ইরাক যুদ্ধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের জন্য নেমে আসে। | A Midan El-Tahrir o Piazza El-Tahir si sono svolte le maggiori proteste in passato, tra cui quella del Marzo 2003 quando la gente è scesa in strada per manifestare contro la guerra in Iraq. |
14 | বিকেল বেলা মিশর থেকে টুইটারে সংবাদ প্রদান বন্ধ করে দেওয়া হয়। | Nel pomeriggio è stato bloccato Twitter, ma prima qualcuno è riuscito a caricarvi delle foto, via Twitpic. |
15 | তবে এর আগে, কয়েকজন ব্যক্তি টুইটপিক ব্যবহার করে টুইটারে কিছু ছবি উঠিয়ে দিতে সক্ষম হয়। @ মা_না৭এজ নীচের ছবিটি তার টুইটপিক একাউন্টে উঠিয়ে দিতে সক্ষম হয়। | @M_Na7as ha caricato quelle che seguono [ar] , dove si vede come il numero dei manifestanti fossero di gran lunga maggiore rispetto alle forze dell'ordine nella città di El-Mahalla [it]. |
16 | এই ছবিতে দেখা যাচ্ছে এল মাহাল্লা শহরে বিক্ষোভকারীদের সংখ্যা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে। | I manifestanti accerchiano le forze dell'ordine a El-Mahalla. In passato El-Mahalla è stata teatro di scioperi di moltissimi lavoratori [it]. |
17 | ছবিটি তুলেছে @এম_না৭এজ। | Foto di @M_Na7as |
18 | এছাড়াও মিশরের বাইরে, লোকজন তাদের ক্যামেরা দিয়ে বিক্ষোভের ছবি ধারণ করেছে। | Anche al di fuori dell'Egitto sono state scattate foto delle proteste. @MafazAlSuwaidan ha condiviso le immagini di una manifestazione a Toronto, Canada. |
19 | @মাফাআলসুওইয়াদান নীচের বিক্ষোভের ছবিটি আমাদের প্রদর্শন করছে, যা কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে। | I manifestanti egiziani nel centro di Toronto gridano: “Rivolta fino alla vittoria, ribellione nelle strade del mio Paese!”. |
20 | ছবি তুলেছেন @মাফাজ | Foto di @MafazAlSuwaidan |
21 | অন্যসব ছবির মত গুরুত্বপূর্ণ সর্বশেষ ছবি, @দিঅনলিওয়্যারম্যান-এর তুলে দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে মাডি নামক অঞ্চলের শান্ত রাস্তায় সেনা ভর্তি ট্রাক। | Ancora, @TheOnlyWarman pubblica la una foto di alcune camionette con militari a bordo nel tranquillo quartiere di Maadi. |
22 | কায়রোর রাস্তায় কিছু ট্রাক ভর্তি সেনাকে টহল দিতে দেখা গেছে, ঘটনা হচ্ছে তারা ততটা উদ্বিগ্ন নয় এমন এক স্থানীয় প্রশাসনকে সাহায্য করার প্রস্তাব প্রদান করে। | Alcune delle camionette per le strade de Il Cairo provenivano infatti da zone con meno tensioni, per offire rinforzi alle polizia locale. |
23 | এবং @আলাসমারি রাস্তার এক বিলবোর্ডে মিশরীয় রাষ্ট্রপতির ছেঁড়া এক ছবির দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন। | @alasmari condivide la foto di un manifesto del presidente egiziano strappata da uno dei molti tabelloni per le strade. |
24 | এদিকে লায়লা আল খাতিব এবং মিরেলে রাদ এক নতুন ফটো এগ্রিগেটর (ফটো ফিড বা উক্ত বিষয়ে বিভিন্ন সংবাদ এখানে এসে জমা হবে) তৈরি করেছে। যাতে একই জায়গায় নেট নাগরিকদের ছবি গুলো সংগ্রহ এবং প্রদর্শন করা যায়। | Nel frattempo, gli sviluppatori web libanesi Layal Al Khatib [link rimosso] e Mirelle Raad hanno creato un nuovo progetto di raccolta di immagini [en] per raccogliere in un unico sito le foto condivise dai netizens. |
25 | এই প্রকল্প শেষ হবার পর লায়লা টুইট করেছে: | Dopo aver avviato il progetto, Layal scrive su Twitter [link rimosso]: |
26 | @মিঘেইলির সাথে #২৫জানুয়ারির ঘটনাবলি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুন। | E' stato bello lavorare con @migheille [en] per una buona causa #25gen. |
27 | টুইটারের মাধ্যমে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, সেগুলো এখানে রয়েছে>http://abaadblogs.com/imagefeed/ | Le foto caricate su Twitter sono qui> http://abaadblogs.com/imagefeed/ [en] |
28 | এবং মিরেইলি এর সাথে যোগ করেছে: | E Mireille aggiunge [en]: |
29 | আসুন বিশ্বকে দেখাই, এখন পর্যন্ত #জানুয়ারি২৫-এর মাধ্যমে ৪২৩ টি ছবি পাওয়া গেছে। যেগুলো http://goo.gl/diwO8 নামক ওয়েব সাইটে প্রদর্শিত হচ্ছে। | Mostriamo al mondo le 423 foto delle proteste di martedì, usando l'hashtag #jan25, raccogliendole su http://goo.gl/diwO8; continuiamo a diffondere foto dal vivo via twitter. |
30 | ঘটনাস্থলে উপস্থিত জনতার তোলা সরাসরি ছবি যা টুইটারে প্রদান করা হয়েছে, দয়া করে তা অন্যদের প্রদর্শন করুন। Email | Gli aggiornamenti proseguono nello speciale di Global Voices Online, sia in inglese che in italiano. |
31 | লিখেছেনTarek Amr | |
32 | অনুবাদ করেছেন বিজয় | |