Sentence alignment for gv-ben-20110926-20241.xml (html) - gv-ita-20110925-45948.xml (html)

#benita
1সৌদি আরব: শুরা কাউন্সিলে নারীদের যোগদানের অনুমতি প্রদান করা হয়েছেArabia Saudita: donne ammesse al Consiglio della Shura
2সৌদি নারী, যাদের নিজ দেশে গাডি চালানোর অনুমতি নেই, এখন তারা দেশের ১৫০ সদস্যের উপদেষ্টা পরিষদ বা শুরা কাউন্সিল- এর সদস্যপদের অনুমতি লাভ করেছে। এটি একটি উপদেষ্টা মূলক পরিষদ, যার সরকার এবং আইনসভায় সামান্য ক্ষমতা রযেছে।Le donne saudite, alle quali nel loro Paese è proibito guidare, godranno presto del diritto di entrare a far parte del Consiglio della Shura, organo consultivo con poteri - limitati - in ambito legislativo ed esecutivo formato da 150 membri nominati dal re.
3কেবল মাত্র বাদশাহ এই পরিষদের সদস্যদের নির্বাচিত করে থাকেন।Alle donne sarà inoltre concesso di candidarsi e votare nelle elezioni municipali.
4আর এর মাধ্যমে তারা পৌর পরিষদে নিজেদের মনোনয়ন লাভের যোগ্যতা অর্জন এবং ভোট প্রদানের অনুমতি লাভ করে।Su Twitter, una delle prime persone a dare la notizia dopo l'annuncio del monarca saudita Abdullah bin Abdul Aziz è Iman Al-Qahtani:
5সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ-এর ঘোষণার পরপরই, ইমরান আলখাতামি এই সংবাদটি প্রকাশ করেন: @ইমাকিউএইচ: আগামী বছর থেকে শুরা কাউন্সিলে নারীদের সদস্য পদ লাভের অধিকার নিশ্চিত করা হবে।@ImaQh [en, come tutti i link tranne ove diversamente indicato]: Dal prossimo anno verrà garantito alle donne il diritto di diventare membri del consiglio della Shura.
6#কিংশোহরা#সৌদি :#kingshora #saudi
7@ইমাকিউএইচ:#শোহরাওমেন, শুরা কাউন্সিলে নারীদের সদস্যপদ লাভের এই রাজকীয় এই আদেশের অর্থ হল কাউন্সিলের সদস্যপদ লাভের জন্য আরো ২ বছর এবং পৌরসভার নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণের জন্য আরো ৪ বছর অপেক্ষা করতে হবে।E aggiunge: @ImaQh: #ShoraWomen prevede che le donne dovranno aspettare due anni per essere nominate al Consiglio e quattro per partecipare alle elezioni municipali.
8এই অর্জন, যা আগামী বছর থেকে কার্যকর হতে যাচ্ছে, নেট নাগরিকরা তাকে উল্লাসের সাথে স্বাগত জানিয়েছে।Il provvedimento, che entrerà in vigore dal prossimo anno, è stato accolto con gioia dalla popolazione saudita.
9সৌদি শুরা কাউন্সিলে নারীদের যোগদানের অনুমতি প্রদানের ঘটনায়, দেশটির নারীদের একে অন্যকে অভিনন্দন জানানোর এই দৃশ্যটি ওয়াহিব আলদাকেল আমাদের প্রদর্শন করছেন।Donne saudite fuori dalla sede del Consiglio della Shura. Foto di Waheeb Al-Dakel.
10ওয়াহিব আলদাকেল, শুরা কাউন্সিলের বাইরে নারীদের একে অন্যকে অভিনন্দন জানানোর এই দৃশ্যটি প্রদর্শন করছেন।Waheeb Al-Dakel pubblica questa foto, in cui vediamo alcune donne saudite congratularsi tra loro all'esterno della sede della Shura.
11@ওয়াহিব :এটি ঘটনার অন্তঃস্থল থেকে তুলে আনা দৃশ্যের ছবি।@waheeeb [ar]: Una foto significativa direttamente dal cuore dell'evento.
12ইয়াজিদ আল মোগরেন এই ঘটনায় এ ভাবে সাড়া দিয়েছেন:Secondo Yazeed Al-Mogren:
13@ইয়াজিদ১৪৩ : বাদশাহর এই সিদ্ধান্ত তাদের জন্য এক চপেটাঘাত, যাদের শরীর এখানে আর মস্তিষ্ক তোরাবোরা নামক পর্বতমালায় ছিল।@Yazeed143 [ar]: La decisione del Re è uno schiaffo morale per tutti coloro fisicamente in Arabia Saudita ma con la mente a Tora Bora.
14সৌদি নাগরিক মাই আল শারিফ অঙ্গীকার করছে:La saudita Mai Al-Shareef si ripromette:
15@মাইআলশারিফ: আমি স্রষ্টার নামে অঙ্গীকার করছি যে আমি মাই নামের কোন নারী নই, আমি মোহাম্মদের কন্যা, যদি আমি শুরা কাউন্সিলের সদস্যপদ লাভ না করতে পারি, তাহলে দাবী করব যে, আমার দ্বারা, আমার দেশের মাতা এবং কন্যাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হয়েছে।@Maialshareef [ar]: Giuro su Dio che non sono Mai, figlia di Mohammed, se non vado io stessa alla Shura a reclamare il mio diritto, quello di mia madre e quello di tutte le donne saudite.
16সৌদি আরবের নারী এবং পুরুষের বেলায় যে নীতি, তার ক্ষেত্রে এই সিদ্ধান্তও সমালোচনার সাথে গৃহীত হয়েছে।C'è poi chi ha colto l'occasione per criticare le politiche del Regno nei confronti delle sue cittadine - e cittadini.
17সৌদি নাগরিক আহমেদ আল ওমরান শোক প্রকাশ করছে:Come scrive il saudita Ahmed Al-Omran:
18@আহমেদ : নির্বাচনের মাধ্যমে শুরা কাউন্সিলের সদস্যপদ নির্ধারিত হয় না এবং মিউনিসিপাল কাউন্সিল ক্ষমতাহীন, কিন্তু নারীদের এতে অংশগ্রহণ তারপরেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।@ahmed: Il Consiglio è tuttora basato su nomina, e le elezioni municipali non hanno peso, ma la partecipazione femminile resta un importante passo avanti.
19#সোউদি আরব # কিংশোহরা#Saudi #KingShora
20লো-কে কুইপস (টুইট করেছে):Lou-kay è scettico:
21@লো_কে : আমি সত্যি এর প্রশংসা করতে পারছি না এই কারণে, যে এক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তার বদলে উপহার হিসেবে নতুন এক প্যাকেজ প্রদান করা হয়েছে… #কিংশোহরা #সৌদিআরাবিয়া@lou_kay: Non riesco proprio a gioire per un diritto rubato e poi restituito sotto forma di dono… #KingShora #SaudiArabia
22এবং ফিলিস্তিনি নাগরিক ইউসেফ মুনায়ের এর সাথে যোগ করেছে:Il palestinese Yousef Munayyer aggiunge:
23@ইউসেফমুনায়ের:অবশেষে সৌদি আরব শেষ শতকের শুরুতে তা সম্পন্ন করল?@YousefMunayyer: Quindi l'Arabia Saudita è finalmente approdata all'inizio del secolo scorso?
24সৌদি নারীদের জন্য এটা এক বিশাল জয় কিন্তু অনেক নেট নাগরিকদের মস্তিস্কে প্রশ্ন রয়ে যাচ্ছে:La decisione del Re rappresenta una grande vittoria per le donne saudite, ma c'è ancora una domanda che turba i cittadini:
25@জেইনোবিয়ায়: ভোটের অধিকার অর্জনে সৌদি নাগরিকদের অভিনন্দন, কিন্তু নিবার্চন কমিটিতে তাদের পরিচালিত করবে কে।@Zeinobia: Congratulazioni alle donne saudite per il diritto di voto. Ma chi le porterà alle urne?