# | ben | ita |
---|
1 | ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা | Cortometraggio colombiano vince concorso online sul consumo responsabile |
2 | চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে। | Il IV Concorso Internazionale online per il miglior cortometraggio sul consumo responsabile ha un vincitore [es, come tutti gli altri link]. |
3 | ইকোডেস এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার আয়োজক। | |
4 | স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে। | A questo concorso, organizzato dall'ECODES e dalla Direzione Generale per il Consumo del Governo Aragonese, potevano partecipare produttori di cortometraggi dalla Spagna e dall'America, inviando video in spagnolo. |
5 | এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে। | Un cortometraggio colombiano è stato nominato vincitore tra 10 finalisti. |
6 | নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও। এর নাম দি রিসিসেলেটা। | I video provenivano da differenti regioni della Spagna, del Brasile e della Colombia. |
7 | এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে। পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও। | Il vincitore, La Recicleta (“ricicletta”, contrazione di riciclaggio e bicicletta), mostra come vivere al di sopra dei nostri mezzi possa costringerci ad azioni drastiche ma necessarie. |
8 | পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক। | Anche i due video successivi erano tra i finalisti. |
9 | এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে। | Il primo è intitolato Plastic ed è stato girato a Saragozza, Spagna. |
10 | এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে। | Ci mostra come delle buste di plastica, apparentemente insignificanti, possano impossessarsi delle nostre case. |
11 | আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না। | In un appartamento possiamo riporre altrove i sacchetti, ma sul pianeta non c'è un altro posto dove metterli: |
12 | ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল। | Individual Choice, dal Brasile, era un altro corto in concorso. |
13 | এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব: | Il filmato illustra come poter cambiare e migliorare quelle decisioni che prendiamo quotidianamente, se solo fossimo più responsabili e attenti: |
14 | অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় জানতে পারবেন। | Per vedere gli altri video e saperne di più sulle idee degli autori, nella pagina del concorso si trovano tutti i 10 finalisti e altre informazioni. |