Sentence alignment for gv-ben-20100728-12016.xml (html) - gv-ita-20100723-22378.xml (html)

#benita
1ফিলিপাইনস: ম্যানিলা শহরে পানির সঙ্কটFilippine: la crisi idrica colpisce Manila
2ছবি ফ্লিকারের রিকিলি৯৯-এর পাতা থেকে নেওয়াFoto dalla pagina di Flickr di rickyli99
3Metro Manila, la Regione Capitale Nazionale [it] [delle Filippine], è da qualche giorno alle prese con una crisi idrica: milioni [di residenti] sono costretti al razionamento delle scorte d'acqua [en, come tutti i link successivi], e a Malabon City, pur di lavarsi, i residenti scontenti sono arrivati a manomettere le tubature dell'acqua.
4ঐতিহাসিকভাবে ফিলিপাইনসে আগস্ট হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল মাস।I blogger filippini tentano di dare una spiegazione alla crisi.
5যদি না আবহাওয়ার ধরণ পাল্টে যায় তবে পরবর্তী আগস্ট মাসটি হবে সবচেয়ে শুকনা আগস্ট মাস।Blackshama's blog trova preoccupante che il razionamento avvenga durante la stagione delle piogge.
6সেপ্টম্বর মাস হচ্ছে বর্ষাকালের সব শেষ মাস এবং পরই শুরু হয় শুকনো মৌসুম।Storicamente, agosto è il mese più umido.
7এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য কেবল একটি কাজ করা যেতে পারে, তা হচ্ছে কম পানি ব্যবহার করা।
8পানির পরিমান কমে আসার বিষয়টি বেড়ে যায় সম্প্রতি প্রচণ্ড আঘাত হানা টাইফুন বা ঘূর্ণিঝড় “বাসইয়াং” এর ঘটনার সাথে (টাইফুন বাসইয়াং আন্তর্জাতিকভাবে কোনসন নামে পরিচিত)।A meno che non cambino le condizioni climatiche, il prossimo mese potrebbe essere l'agosto più secco che ci sia mai stato.
9পানির সরবরাহ কমে আসার কারণে উইন্ডো টু মাই সোল-এর “পাগল হয়ে যাবার” দশা।Settembre è l'ultimo mese della stagione umida, poi inizia la siccità.
10দাঁড়ান, আমাদের এখানে পানি রয়েছে, তবে এখানে পানির চাপ এত কম যে তা মাটির নীচ থেকে উপরে আসে না।L'unica cosa da fare è ridurre l'uso dell'acqua.
11এটি আমার ঘর পর্যন্ত পৌঁছায় না। আমার ওয়াশরুম (পায়খানা সুবিধা সহ হাতমুখ ধোয়ার বিশেষ কক্ষ) বা পরিচ্ছন্ন হওয়ার কামরায় কোন পানি নেই।Questa insufficienza giunge anche sulla scia delle recenti devastazioni provocate dal tifone Basyang (conosciuto nel mondo col nome di Conson).
12এখানে যে সমস্ত কল লাগানো রয়েছে ঘূর্ণিঝড়ের [টাইফুন বাসইয়াং] পর থেকে একফোঁটা পানি বের হয় না।Window To my Soul sta “dando di matto” per la carenza d'acqua. Aspettate, l'acqua ce l'abbiamo.
13কাজে বলা যায় প্রায় ৬ দিন ধরে পানিবিহীন অবস্থায় রয়েছি।Però, la pressione è così debole da non farle salire [i tubi].
14সারাদিন আমাকে ভূগর্ভস্থের কামরা থেকে পানি তুলে নিয়ে আসতে হয়েছে।Non arriva alla mia stanza, e il mio bagno non ha acqua.
15আই এম এ হাইব্রিড চা নামক ভদ্রমহিলা আমাদের জানাচ্ছে তার পানি না পাওয়ার অভিজ্ঞতার কথা:I rubinetti che ci sono all'interno non rilasciano una sola goccia d'acqua da quando è passato il [tifone Basyang].
16এটা সত্যি আমার জন্য এক বেদনাদায়ক বিষয়, আমাদের সকলের জন্য এবং বিশেষ করে আমি যতটা পারি আমার ধৈর্য্যের পরিমাণ বাড়িয়ে যাচ্ছি, কারণ আমার কাছে আর কোন বিকল্প নেই (হাসি!)।Così sono quasi sei giorni che siamo senza acqua: per prenderla devo andare fino in cantina. I am Hybrid Cha condivide la propria esperienza riguardo la crisi idrica:
17থালা, দৈনন্দিন সরঞ্জামাদি, বিভিন্ন পাত্র, এবং গ্লাস সবগুলো আধোয়া অবস্থায় রান্নাঘরে সারারাত ধরে পড়ে রয়েছে।È davvero una sofferenza per me, per tutti noi; sto portando pazienza il più possibile perchè non ho altra scelta (sorrido!).
18ভালোভাবে এবং পরিপূর্ণ গোসল সারা হয়নি (কারণ পানি এসেছিল {পানি এসেছিল???}), কোন রকমে গোসল সারি ভোর ৬ টায় এবং কর্মক্ষেত্রে যাবার জন্য বাসা ত্যাগ করি (ছেড়ে যাই??? যেন এক অতিথি!) প্রায় দুপুর ১ টায়); আমি স্বল্প, কিন্তু আরামদায়ক গোসল করতে চাই (যখন আমি সুযোগ পাই) কিন্তু যেহেতু এখন কোন পানির সরবরাহ নেই, সেক্ষেত্রে এই অপ্রীতিকর এবং বাজে অনুভূতি বহন করা ছাড়া আমি কি করতে পারি।Piatti, utensili, pentole e bicchieri sporchi lasciati nel lavello della cucina tutta la notte; non si può nemmeno fare un bel bagno rilassante - dal momento che l'acqua arriva (arriva???) alle sei del mattino e se ne va (se ne va??? come se fosse un'ospite!) all'una, per andare a lavorare;; voglio farmi una breve doccia rigenerante (quando mi va), ma dato che non c'è l'acqua del pozzo non posso far altro che sopportare questa sensazione di sporco e appiccicoso.
19এমন কিছু বিষয় রয়েছে যা আমি দৈনন্দিন করতে চাই, এমন বিষয়, যা আমার প্রতিদিনের অংশ, যা গত কয়েকদিন ধরে আমি করতে পারছি না ( ঠিক ১৫ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে) কারণ ঠিকমত পানি সরবরাহ হচ্ছে না।.Ci sono cose che ho talmente tanta voglia di fare, cose che sono parte della mia routine che non ho potuto più fare in questi ultimi giorni (dalla sera di giovedì, 15 luglio, per essere precisi!) perchè l'acqua proprio non collabora.
20লেটস গো পিনয় আমাদের তার ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা জানাচ্ছে, সে মনে করছে এটি পানি সমস্যার সাথে যুক্ত।Anche Let's Go Pinoy condivide un'esperienza personale che pensa sia connessa alla crisi idrica:
21যদিও আমাদের পানির কল আমাদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করছে, তবে গতকাল থেকে বাসায় যে পানি আসছে তা সামান্য বাদামী বর্ণের।Nonostante i nostri rubinetti continuino a procurarci la tanto ambita scorta idrica, ieri l'acqua che è uscita era marroncina!
22প্রথমে আমি ভেবেছিলাম এটা বালতির নোংরা এবং এর ভেতর ও বাইরে সবকিছু পরিষ্কার করলাম এবং কয়েকবার এ রকম পরিষ্কার করার পর আমি উপলব্ধি করলাম আসলে পানিটা খারাপ।All'inizio pensavo fosse per il secchio sporco e l'ho lavato dentro e fuori e poi dopo vari risciacqui mi sono accorto che era l'acqua stessa [a essere sporca].
23আজকে সকালেও একই অবস্থা, তবে পানি আগের মত ততটা বাদামী বর্ণের নয়।È la stessa cosa stamattina, ma meno marrone.
24এই কারণে আমি গতকাল গোসল করতে পারিনি।Per questo motivo, ieri non ho voluto farmi il bagno.
25তবে উত্তাপ এবং ঘামের ফলে শরীর চটচটে হয়ে যাওয়ার কারণে আমি এই পানি দিয়েই গোসল সারলাম।Ma il calore e la sensazione di appiccicoso dovuta al sudore hanno avuto la meglio e ho usato quell'acqua, per lavarmi.
26পিনয় বাজ থ্রি (III) সেই সমস্ত কাজ করার পরামর্শ দিচ্ছে যা এক দীর্ঘ সময় পর্যন্ত পানি স্বল্পতার সমাধান করতে পারে।Pinoy Buzz III suggerisce alcune misure che il governo dovrebbe adottare per risolvere il problema della scarsità idrica nel lungo periodo:
27১. সকল ভবন এমন ভাবে সংস্কার করতে হবে যাতে এই সমস্ত ভবনগুলো সিঙ্ক বা থালাবাসন ধোয়ার জন্য ব্যবহৃত পাত্রাধারের এবং পায়খানার জন্য ব্যবহৃত পানিকে পরিশুদ্ধ বা রিসাইকেল করতে পারে।1. Tutti gli edifici dovrebbero essere rimodernati così da riuscire a riciclare l'acqua che usano per i propri lavandini e gabinetti.
28২. সকল ভবন বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা শুরু করবে।2. Tutti gli edifici dovrebbero cominciare a raccogliere l'acqua piovana.
29৩. সকল বাণিজ্যিক ভবন এবং ব্যাক্তিগত ভবনে অবশ্যই ব্যবহারের মধ্যে দিয়ে নষ্ট হয়ে যাওয়া পানিকে আবার ব্যবহার উপযোগী করার শোধনাগার সুবিধা থাকতে হবে।3. Tutte le aziende commerciali e le abitazioni private devono essere dotate di attrezzature per il trattamento delle acque reflue.
30ছোটখাট প্রতিষ্ঠানে যৌথভাবে পানিকে ব্যবহার উপযোগী করার শোধনাগার তৈরি করবে এবং বড় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব শোধনাগার থাকতে হবে।Le aziende più piccole possono optare per quelle pubbliche, quelle più grandi potrebbero averne di proprie.
31৪ নতুন গলফ খেলার মাঠ এবং দ্বীপের মাঝখানে পানির মধ্যে বিনোদন আবাস নির্মাণ তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে।4. Proibire la diffusione di nuovi campi da golf e parchi acquatici lontani dal mare.
32৫ সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করার জন্য শোধনাগার তৈরির কাজ শুরু করা…5. Iniziare la costruzione di impianti di desalinazione…
33৬. পাসিগ নদী এবং লাগুনা ডে বের মত জায়গা থেকে ব্যবহার উপযোগী পানি পুনরুদ্ধারের জন্য কাঠামো নির্মাণ শুরু করতে হবে।6. Iniziare la costruzioe di strutture per il recupero dell'acqua lungo il fiume Pasig e il lago Laguna de Bay.
34র‌্যাডিকেল নাটস এর মতে পানি সঙ্কট এল নিনোর মত ঘটনাকেও ছাড়িয়ে গেছে এবং এবং এটি এতটা খারাপ হত না, “যদি তা কাঠামোগত কারণের অভাবে সাথে যুক্ত না হয়ে, রাজধানীর পানিপ্রবাহ এবং পয়:নিষ্কাশন পদ্ধতি (এমডাব্লিউএসএস) বেসরকারি খাতে সাথে প্রায় ১৩ বছর আগে যুক্ত হতে পারত”।Secondo Radical's Nut, la crisi idrica va oltre il fenomeno di El Niño e non sarebbe stata tanto dura “non fosse stato per le questioni strutturali legate alla privatizzazione del Metropolitan Waterworks and Sewerage System (Sistema metropolitano di impianti idrici e di scolo, MWSS) quasi 13 anni fa.”
35এর মধ্য ছিল বেসরকারি সুবিধাভোগী পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রদান করা অনেক প্রতিশ্রুতি এবং দুর্বল পানি সরবরাহ পদ্ধতির ক্ষেত্রে কাঠামো নির্মাণ রামোস প্রশাসনের তৈরি করা সংস্কার।Fra tutte le promesse fatte dalle ditte private di concessione dell'acqua, e pubblicizzate dall'allora amministrazione Ramos, c'era la modernizzazione delle decrepite infrastrutture del sistema idrico.
36এই সমস্ত সংস্কার, পরবর্তীতে আয় করা যায় না এমন পানি ( নন রেভিনিউ ওয়াটার বা এনআরডাব্লিউ, যে সমস্ত পানি ছিদ্র বা চুরি হবার কারণে দৃশ্যত সরবরাহ স্থানে পৌঁছাতে পারে না।) নষ্ট হবার পরিমাণ কমিয়ে আনতে এবং বাড়তে থাকা গৃহস্থালিতে তা সার্বজনীন এবং দিনে রাতে ২৪ ঘন্টা পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারত।Un simile miglioramento punta a ridurre in maniera sostanziale “l'acqua non fatturata” [it] (Non-Revenue Waters, acqua persa a causa di falle o di furti) e aiuta a raggiungere una fornitura universale 24 ore su 24, 7 giorni su 7, per il sempre crescente numero di case.
37তবে এমডাব্লিউএসএস এর সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রকৃত এক চুক্তির মধ্যে দিয়ে তারা ২০০১ সালের মধ্যে সার্বজনীন পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল ।Nell'accordo originale con MWSS, le aziende idriche private avevano promesso di fornire un accesso universale entro il 2001.
38তবে এখন পর্যন্ত, মেইনিলাড বা ম্যানিলার মূল সেবা প্রদানকারী এলাকার ৭৯০,০০০ গৃহস্থালির শতকরা ৬০ ভাগের কম বাড়ি ২৪ ঘন্টা পানি পায়, যেখানে ৭৪ শতাংশ বাড়ি কেবল প্রতি বর্গ ইঞ্চিতে ৭ পাউন্ড (পিএসআই) পানি পায় অথবা তাদের বাড়িতে পানির শক্তিশালী চাপ থাকে (এখানে পাঠ করুন)।Ma fino a oggi, meno del 60 % delle 790000 famiglie nell'area di servizio di Manila ha una fornitura di 24 ore, mentre solo il 74% riceve una pressione di 7 libbre d'acqua al pollice quadrato (PSI) [it] o maggiore (leggere qui).
39মেইনিলাড বা ম্যানিলার মূল এলাকায় পানির সরবরাহের প্রায় অর্ধেক (৫৩ শতাংশ) নষ্ট হয়ে যায়, ছিদ্র দিয়ে পানি পড়া বা চুরি হয়ে যাবার কারণে (এখানে পাঠ করুন)….Più della metà (53 %) dell'acqua assegnata a Manila continua ad andare sprecata per perdite o furti (leggere qui)…
40ছিদ্র বা চুরির কারণে নন রেভিনিউ ওয়াটার বা পানি সরবরাহ থেকে আয় না হওয়ার বিষয়ে এমন কোন তথ্য নেই, যা দিয়ে এর পরিমাণ স্পষ্ট করা যেতে পারে।Non ci sono dati disponibili che attestino che “l'acqua non fatturata” vada persa per colpa delle perdite e delle sottrazioni illecite.
41কিন্তু অবৈধ সংযোগ বাড়তে থাকার বিষয়টির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ একটি মাত্র ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায়, তা হচ্ছে অর্থ পুরোপুরি আদায়ে ভূগর্ভস্থ পানি সরবরাহ বেসরকারীকরণের ফলে পানির দাম আকাশ ছুঁয়েছে।Ma il costante diffondersi degli allacciamenti abusivi può essere spiegato dalle bollette dell'acqua salite alle stelle a causa della necessità tipica del sistema idrico privato di recupero totale dei costi.
42যখন এমডাব্লিউএসএস নামক প্রতিষ্ঠানটিকে বেসরকারি করা হয়েছে, মেইনিল্যাড এর পানির মূল্য ৪৪৯ শতাংশ বেড়ে গিয়েছে এবং পুরো ম্যানিলা এলাকায় পানির মূল্য ৮৪৫ শতাংশ বেড়েছে।Da quando è stato privtizzato il MWSS, la tariffa base della Maynilad è aumentata del 449% e quello di Manila Water del 845%.
43এখন পুরো বিষয়টির সাথে কাজের দুর্লভতা, অপরিবর্তিত বেতন ও আয়, এবং জীবন যাত্রার ব্যয় সবদিক থেকে দ্রুত বেড়ে যাওয়া যুক্ত করুন, এবার তাহলে আপনি সার্বিক চিত্রটি দেখতে পাবেন।Se combinate questo dato con l'inasprirsi della mancanza di lavoro, la stagnazione dei salari e delle entrate, e il rapido aumento del costo della vita in generale, e avrete il quadro della situazione.