# | ben | ita |
---|
1 | সমালোচিত “সন্ত্রাস-বিরোধী আইন” পাস করল সৌদি আরব | Arabia Saudita: passata la discussa legge “anti-terrorismo” |
2 | রাজনৈতিক সংস্কার চাওয়াকে এখন থেকে সৌদি আরবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা হবে। একটি নতুন আইন অনুযায়ী আজ থেকেই এটা কার্যকর হবে। | In Arabia Saudita la richiesta di riforme politiche è considerata un atto di terrorismo, secondo un nuova legge divenuta effettiva da oggi. |
3 | সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলাজিজ আল সৌদের সভাপতিত্বে মন্ত্রীদের গঠিত কাউন্সিলে সোমবারে [১৬ ডিসেম্বর], সন্ত্রাসী অপরাধের জন্য এবং সন্ত্রাসকে মদদ দেয়ার জন্য শাস্তি সংক্রান্ত আইন পাস করেছে। | Il Consiglio dei Ministri, presieduto dal Re Saudita King Abdullah bin Abdulaziz Al Saud ha approvato lunedì [16 dicembre], in ambito di diritto penale, la legge sui reati terroristici e il finanziamento del terrorismo. |
4 | ২০১১ সালের জুলাই মাসে এমেনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)যখন এই আইনটির খসড়া ফাঁস করে দিয়েছিল, তখন এটি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। | La bozza della legge ha ricevuto molte critiche [en, come i link successivi salvo dove diversamente indicato] quando è stata divulgata da Amnesty International (AI) nel luglio del 2011. |
5 | তখন এআই মন্তব্য করেছিলঃ | La stessa AI commentava: |
6 | যদি এটি পাস করা হয়, তবে এমনকি শান্তিপূর্ণভাবে ভিন্নমত প্রকাশের জন্য একটি ছোট কাজের জন্যও রাস্তা বন্ধ হয়ে যাবে। | Se passasse consentirebbe anche al più piccolo atto di dissenso pacifico di essere definito terrorismo e si rischierebbe una imponente violazione dei diritti umani. |
7 | ভিন্নমত প্রকাশের জন্য কোন ছোট পদক্ষেপকেও সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করা হবে। এতে করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যাবে। | […] La definizione nella bozza di “reati di terrorismo” è così ampia che si presta a diverse interpretazioni e possibili abusi, e in effetti potrebbe criminalizzare il dissenso legittimo. |
8 | […] খসড়াটিতে “সন্ত্রাসী অপরাধের” সংজ্ঞা এতোটা বিস্তৃত যে এটিকে বহুদূর প্রসারিত রূপদান করা যায় এবং অন্যায় সুবিধা গ্রহণ করা যায়। | Nella bozza della legge, i reati di terrorismo includono azioni come “mettere a repentaglio… l'unità nazionale”, “bloccare la legge o alcuni dei suoi articoli” o “danneggiare la reputazione dello stato o la sua immagine”. |
9 | এটির দ্বারা বৈধ ভিন্নমত প্রকাশকারীদেরকেও অপরাধী হিসেবে আইনের আওতায় আনা যাবে। | La copertina della bozza della legge “anti-terrorismo” così come pubblicata da AI. |
10 | খসড়া আইনটির অধীনে “জাতীয় ঐক্য…বিপন্নকারী'', “মৌলিক আইনটি অথবা এটির কিছু ধারা সাময়িকভাবে নিবৃত্তিকারী” অথবা “রাষ্ট্রের বা তাঁর অবস্থানের সুনাম খর্বকারী”যেকোন কাজকে সন্ত্রাসী অপরাধের অন্তর্ভূক্ত বলে মনে করা হবে। | Più precisamente, la bozza della legge imponeva un minimo di cinque anni di prigione per “chiunque promuova, verbalmente o in forma scritta, atti di terrorismo, o qualunque attività che sia contraria all'orientamento politico del regno, ogni idea che sia in contrasto con l'unità nazionale…”. |
11 | The cover of the draft of the “anti-terrorism” law as leaked by AI. | All'epoca, un portavoce dell'assemblea consultiva in carica, ha dichiarato alla Reuters: |
12 | আরো নির্দিস্ট করে বলা যায়, এই খসড়া আইনটিতে কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড আরোপ করা হবে। | “La bozza pubblicata non è la versione finale” ha dichiarato Mohammed Almohanna, portavoce dell'assemblea consultiva. |
13 | “যে কেউ, তাঁর কথা দিয়ে বা লেখালেখির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমকে উসকে দিলে, রাজতন্ত্রের রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে কোন কাজ করলে বা জাতীয় ঐক্যকে কোন চিন্তাভাবনার দ্বারা আঘাতের চেষ্টা করলে” তাকে কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হবে…।” | |
14 | নিয়োগকৃত পরামর্শকারী সভার একজন মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে আগে বলেছিলেনঃ | Ha inoltre dichiarato: “La legge è stata discussa durante una sessione del Consiglio della Shura. |
15 | উপদেষ্টা সভাসদের মুখপাত্র, মোহাম্মাদ আলমোহান্না বলেছেন, “প্রকাশিত হওয়া আইনটি কেবলমাত্র খসড়া করা হয়েছে, এখনো চূড়ান্ত হয়নি।” | |
16 | তিনি বলেছেন, “শুরা কাউন্সিলের একটি সভায় এটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কেবলমাত্র একটি খসড়া এবং শরিয়া (ইসলামিক আইন) আইনের সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করতে এটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। | Si trattava di una bozza e sono stati apportati dei cambiamenti che assicurano che la stessa sia compatibile con la Sharia (legge islamica) e non violi i diritti dei cittadini e le leggi esistenti del paese”. |
17 | চূড়ান্ত আইনটি এখনো দাপ্তরিকভাবে প্রকাশ করা হয়নি। | La versione finale della legge deve essere ancora ufficialmente pubblicata. |
18 | সিঘ নামক একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য [আরবি] করেছেনঃ | Su Twitter, un utente di nome Sigh, commenta [ar]: |
19 | এই আইনটিতে সন্ত্রাসী অপরাধ এবং এটিকে মদদ দাতার সংজ্ঞা, আজ অনুমোদন দেয়া হয়েছে। সৌদি আরবে রাজনৈতিক সংস্কার করতে যদি কোন প্রচেষ্টা চালানো হয়, তবে সেটিকেও এই আইনের অধীনে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে!! | La definizione di terrorismo nella la legge contro i reati e il finanziamento del terrorismo, che è stata approvata oggi, paragona ogni tentativo di riforma politica in Arabia Saudita a un atto di terrorismo! |