# | ben | ita |
---|
1 | গ্রীস: ইরানী শরণার্থীদের অনশন ধর্মঘট | Grecia: rifugiati iraniani in sciopero della fame per la richiesta di asilo politico |
2 | গ্রীসের রাজধানী এথেন্সে ২৫ জন ইরানী নাগরিক ১৪ অক্টোবর থেকে অনশন ধর্মঘট শুরু করেছে। রাজনৈতিক আশ্রয়লাভের জন্য করা দরখাস্তগুলো গ্রীক সরকার যাতে এক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে তাই এই তাদের এই অনশন। | Dal 14 ottobre scorso venticinque rifugiati iraniani ad Atene stanno conducendo uno sciopero della fame [gr, come gli altri link salvo ove diversamente indicato] per ottenere l'avvio delle pratiche per la richiesta di asilo politico da parte delle autorità locali. |
3 | অনশনরত ব্যক্তির মধ্যে অনেকে তাদের মুখ সেলাই করে বন্ধ করে দিয়েছে। | Alcuni di loro si sono persino fatti cucire la bocca, letteralmente. |
4 | এই আন্দোলনকারী দল এক বিবৃতিতে বলছে যে, এথেন্সের প্রেপেলাইয়া নামক এলাকায় তারা ৪৪ দিন ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। | Il gruppo che porta avanti la protesta ha sottolineato in una dichiarazione che, dopo aver invanao presenziato pacificamente davanti ai Propylei [it] già da 44 giorni, si è deciso di passare allo sciopero della fame. |
5 | কিন্তু তাতে কোন সাড়া মেলেনি। তখন তারা অনশন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। | Hanno inoltre informato di aver ricevuto minacce dalle autorità locali per costringerli a interrompere la protesta pubblica. |
6 | তারা বলছে, স্থানীয় কর্তৃপক্ষ তাদের হুমকি দিচ্ছিল, যারা চাইছিল, তারা তাদের গণ প্রতিবাদ বন্ধ করে দিক। এন্টিরেসিজমফ্যাসিজম. | Secondo quanto riportato su Antiracismfacism.org da Petros Konstantinou, candidato del sindacato anti-capitalista, ha affermato di aver visto gli impiegati dell'ambasciata iraniana mentre cercavano di molestare i manifestanti e di scattare delle foto. |
7 | অর্গ, এর এক প্রবন্ধ এবং একই সাথে পুঁজিবাদী বিরোধী মেয়র প্রার্থী প্রেট্রোস কনস্টানটিনিউ-এর প্রদান করা সংবাদ অনুসারে ইরানী দূতাবাসের কর্মচারীদের, প্রতিবাদকারীদের হয়রানি করার চেষ্টা করতে ও ছবি তুলতে দেখা গেছে [গ্রীক ভাষায়]: | |
8 | শরণার্থী এবং তাদের সমর্থকরা তাদের বক্তব্য প্রচার করার জন্য ইউ টিউব ব্যবহার করছে। | |
9 | বলা যায় এই অনশন ধর্মঘটের সংবাদ গ্রীসের মূলধারার প্রচার মাধ্যমের প্রায় কোনখানে প্রচার করা হয়নি, কিন্তু স্থানীয় একটিভিস্ট গ্রুপ এবং অনলাইন প্রচার মাধ্যম তাদের প্রতি সমর্থন প্রকাশ করেছে (উপরের পোস্টারটি এক সংহতি সঙ্গীতানুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল)। | |
10 | অনশনরত ধর্মঘটীদের উপর গ্রীসের পৌরসভার পুলিশের হামলা হামলা | I rifugiati e i loro sostenitori sono ricorsi a YouTube per fare informazione. |
11 | অক্টোবরের ১৭ তারিখে তোলা এই ভিডিওটি ইরানী প্রতিবাদকারীদের উপর গ্রীসের পৌরসভা পুলিশের আক্রমণাত্মক আচরণের বিষয়টি প্রদর্শন করছে। | In Grecia le maggiori testate hanno pressoché ignorato l'avvenimento ma gruppi di attivisti locali e media online hanno offerto ampio sostegno (il volantino qui sopra riguarda un concerto di solidarietà con i dimostranti). |
12 | একজন শরণার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | La polizia municipale attacca i manifestanti |
13 | শরীর খারাপ হয়ে যাবার কারণে মাসোদ ফারামারজি নামের এক শরণার্থীকে অনশন ধর্মঘট শুরু করার পরের দিন হাসপাতালে নিয়ে যেতে হয়। | Questo video del 17 ottobre mostra l'atteggiamento aggressivo della polizia municipale nei confronti degli iraniani in sciopero della fame: Un rifugiato è stato trasportato in ospedale |
14 | শরণার্থী শিবিরে আমরা ইরান সরকার বিরোধী স্লোগান শুনতে পেয়েছি, যেমন “খামেনি নিপাত যাক” (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা)। ভিডিওটি ১৬ অক্টোবরে তোলা। | Uno dei manifestanti, Masoud Faramarzi, è stato ricoverato in ospedale a causa delle precarie condizioni di salute, dopo diversi giorni di sciopero della fame. nel video che segue (del 16 ottobre) sui lati della tenda si leggono slogan contro il regime iraniano, come ad esempio “Abbasso Khamenei” (leader supremo dell'Iran). |
15 | অনশনরত ধর্মঘটীদের উপর তোলা এই ভিডিওটি ১৮ অক্টোবরে উঠানো হয়েছে। | Questo, infine, un video pubblicato su YouTube il 18 ottobre. |
16 | জুলাইতে ইরানের ছয় জন শরণার্থী আরেক দল এথেন্সের জাতি সংঘ শরণার্থী বিষয়ক অফিসের (ইউএনএইচসিআর) সামনে অনশন ধর্মঘট পালন করেছিলেন। সে সময় তাদের মধ্যে একজন তার মুখ সেলাই করে বন্ধ করে দিয়েছিল। | Nel mese di luglio, un altro gruppo composto da sei rifugiati iraniani aveva manifestato di fronte alla sede di Atene dell'Alto Commissariato delle Nazioni Unite per i Rifugiati (UNHCR); uno degli scioperanti si era persino fatto cucire la bocca. |
17 | আসটেরিস মাসোরাস এই পোস্টের ক্ষেত্রে অবদান রেখেছেন | Asteris Masouras [en] ha contribuito a questo post. |