# | ben | ita |
---|
1 | তিউনিসিয়া কী একটি বানানা রিপাবলিক? | Tunisia, Repubblica delle Banane? |
2 | ১৯শে জুলাই তারিখে জাতীয় গণপরিষদের (এনসিএ) একজন সদস্য মাহমুদ বারুদি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মন্সেফ মারজুকি'কে “বানানা রিপাবলিকের রাষ্ট্রপতি” (দ্রষ্টব্য: রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে বানানা রিপাবলিক বলা হয়) হিসেবে বর্ণনা করলে উত্তপ্ত বিতর্কের সূত্রপাত ঘটে। | Il 19 luglio, in Tunisia, si è aperto un acceso dibattito quando Mahmoud Baroudi, un membro del National Constituent Assembly (NAC) ha indicato [ar] il Presidente ad Interim Moncef Marzouki, come “Presidente della Repubblica delle Banane.” |
3 | এই ঘোষণাটি এনসিএ'র ভিতরে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরী করে। | Tale dichiarazione è stata causa di disordini all'interno del NCA. |
4 | তিন দলীয় জোট সরকারের সাংসদরা বারুদিকে তার কথা তুলে নেয়ার আহবান জানায়। | |
5 | তিনি তা প্রত্যাখ্যান করেন। “(কথাটা তুলে নিতে পারি) শুধুমাত্র যখন আপনাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এমন একজন হবেন যিনি আমরা যে প্রজাতন্ত্রের কথা বলতে পারি তার প্রতিনিধিত্ব করবেন। | I membri del Parlamento insieme ai tre partiti di coalizione governativa hanno richiamato immediadamente Baroudi per indurlo a ritirare le sue affermazioni, ma egli si è rifiutato. |
6 | [এনসিএ রাষ্ট্রপতিকে নির্দেশ করে] জনাব রাষ্ট্রপতি, আমি ফিরে আমার কথা ফিরিয়ে নিব না। | “Solamente quando avrete un Presidente che rappresenterà realmente la Repubblica potremo parlare. Non ritirerò le mie affermazioni signor Presidente (NCA President). |
7 | এটি একটি বানানা রিপাবলিক এবং আপনারা [সাংসদবৃন্দ] সবাই এর প্রতিনিধিত্ব করেন,” বারুদি ক্ষেপে যাওয়া সাংসদদের জবাব দেন। | Questa è una Repubblica delle Banane e questo è ciò che tutti voi (membri del Parlamento) rappresentate”, questa la risposta di Baroudi ai parlamentari indignati. |
8 | বারুদি রাষ্ট্রপতির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করার বিতর্কিত সিদ্ধান্তের উপর মন্তব্য করতে গিয়ে “কলা প্রজাতন্ত্র” শব্দটি ব্যবহার করেন। | Baroudi ha usato il termine “Repubblica delle Banane” per commentare la controversa decisione presidenziale di licenziare il governatore della Banca Centrale [en]. |
9 | তিনি আসলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন একজন গভর্নর নিয়োগ করার ব্যাপারে রাষ্ট্রপতি নথির উপর বিদ্রূপ করছিলেন। | Egli ha deriso soprattutto un documento presidenziale in cui si parlava della nomina di un nuovo governatore della Banca Centrale. |
10 | নথিটির তারিখটি ছিল ১১ই জুলাই - এনসিএ সাবেক গভর্নরকে বরখাস্ত করার অনুমোদন দেয়ার এক সপ্তাহ আগের তারিখ। | Il documento riportava la data dell' 11 luglio - una settimana prima che la decisione di licenziamento del precedente governatore della banca fosse approvata dalla NCA. |
11 | ইংরেজি অক্সফোর্ড শব্দকোষ অনুসারে একটি “বানানা রিপাবলিক (কলা প্রজাতন্ত্র)” হলো “অর্থনীতি বিদেশী পুঁজি নিয়ন্ত্রিত একটি একক রপ্তানী পণ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি ক্ষুদ্র রাষ্ট্র।” | L' English Oxford Dictionary definisce una “Repubblica delle Banane” come “un piccolo Stato politicamente instabile la cui economia povera, dipendente per lo più da singole esportazioni, è dominata da capitali stranieri.” |
12 | রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল বিশেষতঃ কলার মতো একমাত্র রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল মধ্য আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে। | Il termine dispregiativo è spesso usato nelle scienze politiche per indicare paesi politicamente instabili, specialmente del centro America, la cui economia dipende principalmente dall'esportazione di un solo prodotto, come le banane. |
13 | তিউনিসিয়া: “একটি ফ্যাসিবাদী কলা প্রজাতন্ত্র” | Tunisia: “Una Repubblica delle Banane Fascista?” |
14 | “নতুন তিউনিসিয়া”কে বর্ণনা করতে গিয়ে লে ব্লগ বুকোরনাইন এর লেখক “বানানা রিপাবলিক” এর সঙ্গে বিশেষণ পদ “ফ্যাসিবাদী” যোগ করেছেন। | E' stato l'autore di Le blog Boukornine [fr] ad aggiungere l'aggettivo “fascista” alla definizione di “Repubblica delle Banane” per descrivere la “nuova Tunisia”. |
15 | লেখক তার পছন্দ ব্যাখ্যা করেছেন [ফরাসী ভাষায়]: | Egli spiega così [fr] la sua scelta: |
16 | “ফ্যাসিবাদী” অমুসলিম তিউনিসীয়, নাস্তিক তিউনিসীয়, ইহুদি, খৃস্টান, অজ্ঞেয়বাদী, ঈশ্বরবাদী, ডায়াবেটিক তিউনিসীয় এবং যারা কিডনি অকার্যকারিতায় কষ্ট পাচ্ছে তাদের প্রতি… যারা এমনি এমনি রোযা রাখতে চান না এবং রমজান মাসে অবাধে ক্যাফেতে যাওয়ার অধিকার চান তাদের বিরুদ্ধে “ফ্যাসিবাদী”! (…) | “Repubblica delle Banane” perché non una singola istituzione viene rispettata, non c'è una gerarchia nella scelta delle decisioni da prendere, ed è evidente il mancato rispetto verso la legalità, persino da parte delle più alte sfere dell'autorità. “Fascisti” contro tunisini non-musulmani, atei, ebrei, cristiani, agnostici,deisti, diabetici, e coloro che soffrono di insufficienza renale. |
17 | | “Fascisti” contro coloro che semplicemente non vogliono digiunare e avere il diritto di andare liberamente al caffè durante il Ramadan! |
18 | জলপাই দেশ থেকে “কলা প্রজাতন্ত্র”: | Da Paese delle olive a “Repubblica delle Banane”: |
19 | জলপাইয়ের বৃহৎ উৎপাদনকারী এবং রপ্তানিকারক তিউনিসিয়া বর্তমানে একটি “বানানা রিপাবলিক”, তিউনিস ট্রিবিউনের জন্যে আলী গানুন লিখেছেন:: | La Tunisia, grande produttrice ed esportatrice di olive è ora una “Repubblica delle Banane”, afferma [fr] Ali Gannoun su Tunis Tribune [fr]: |
20 | জলপাইয়ের দেশ শুধুই একটি কলা প্রজাতন্ত্রে পর্যবসিত, যেখানে বানরেরা মনিব হিসেবে রাজত্ব করে আর নাগরিকদের সারাদিন কতগুলো ঠগী এবং মূর্খদের নীচুতা সহ্য করতে হয়… হতভাগ্য তিউনিসিয়া! | Il Paese delle olive si è trasformato in una “Repubblica delle Banane”, dove le scimmie sono considerate maestri, mentre i cittadini soffrono tutto il giorno a causa dell'immoralità di una banda di delinquenti e idioti…Povera Tunisia! |
21 | ফটোশপে পরিবর্তন করা এন্নাহাদা আন্দোলনের লোগো সংস্করণ। উৎস:. | Logo del Movimento di Ennahdha - rielaborazione Photoshop Fonte: .tunistribune |
22 | তিউনিসট্রিবিউন এছাড়াও তিউনিস ট্রিবিউন এন্নাহাদা আন্দোলনের লোগো'র একটি ফটোশপে পরিবর্তন করা সংস্করণ প্রকাশ করেছে। | Tunis Tribune ha anche pubblicato una versione rielaborata con Photoshop del logo del Movimento Ennhdha. |
23 | তিউনিসিয়াতে বর্তমা্নে তিন দলীয় জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে এন্নাহাদা এবং এনসিএ'র শতকরা ৪০ ভাগেরও বেশি আসন নিয়ন্ত্রণ করছে। | L'Ennahdha presiede l'attuale coalizione di governo tripartitica in Tunisia e controlla più del 40 per cento delle poltrone all'interno del NCA. |
24 | ফটোশপে পরিবর্তন করা সংস্করণে একটা কলা কবুতরটির স্থলে এবং আরো চারটি কলা তিউনিসীয় পতাকার তারকাটিকে বৃত্তাকারে ঘিরে রেখেছে। | Nella versione Photoshop del logo una banana sostitisce l'originale piccione e altre quattro banane circondano la stella della bandiera tunisina. |
25 | এন্নাহাদা আন্দোলনকে (এন্নাহাদা মানে নবজাগরণ) প্রতিস্থাপন করেছে নাকবা আন্দোলন (নাকবা মানে বিপর্যয়কারী ঘটনা এবং এটা সাধারণতঃ ১৯৪৮ সালে হাজার হাজার প্যালেস্টাইনীদের বাস্তুচ্যুত হওয়ার নাকবা দিবসকে নির্দেশ করে।) দলীয় নীতিবাক্য হলো “স্বাধীনতা, ন্যায়বিচার, উন্নয়ন।” | Il Movimento Ennahdha (Ennahdha significa rinascita) è sostituito dal Movimento Nakba (Nakba significa catastrofe, e il termine solitamente viene usato in riferimento al Nakba Day del 1948, quando migliaia di Palestinesi furono cacciati dalle loro case). |
26 | এটি “কলা, কলা, কলা। শুধু কলা ছাড়া আর কিছুই নয়” দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। | “Libertà, giustizia, sviluppo!”, il motto del partito, è stato sostituito da “Banane, banane, banane. |
27 | বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত: | Nient'altro che banane!”. |
28 | নেটনাগরিকরা এছাড়াও ইউটিউবে বানানা রিপাবলিকের জাতীয় সঙ্গীত ভাগাভাগি করেছেন: | E su YouTube è comparso anche il video dell'inno della “Repubblica delle Banane”: |