Sentence alignment for gv-ben-20140629-43867.xml (html) - gv-ita-20140703-92851.xml (html)

#benita
1কলম্বিয়া: বাস্তবের সুপার হিরো যিনিColombia: #SuperPan, il supereroe mascherato in motorino che sfama i poveri
2ভেসপায় চড়ে আছেন সুপার প্যান।Super Pan sulla sua Vespa.
3স্ক্রিনশট নেয়া হয়েছে ইউটিউব থেকে।Fermo immagine preso da YouTube.
4বাস্তবের সুপার হিরোর খোঁজ মিললো কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে।Nella città di Bucaramanga [it], in Colombia, capitale del dipartimento di Santander, vive un vero e proprio supereroe che agisce sotto il nome di Pancracio Levadura.
5তিনি সেখানে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন।Il nome letteralmente significa Pancracio Lievito, e gioca sulla parola “pane”.
6তার নাম প্যানক্রাসিয়ো লেভাদুরা।Ma molti lo conoscono semplicemente come Super Pan.
7নামের অংশবিশেষ ‘প্যান'-এর বাংলা মানে হলো রুটি। তবে বেশিরভাগ মানুষ তাকে সুপার প্যান নামেই চেনে।Il lunedì, mercoledì e venerdì mattina, questo singolare benefattore distribuisce 50 pezzi di pane e 50 succhi di frutta ai senzatetto, come riporta Señal Radio Colombia.
8ভেসপায় চড়ে মাস্ক পরে চলাফেরা করেন তিনি।[es, come i link a seguire, salvo ove diversamente specificato]
9সেনাল রেডিও কলম্বিয়ার তথ্যমতে, তিনি প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকালে গৃহহীন ক্ষুধার্ত মানুষের মাঝে ৫০ পিস রুটি এবং ৫০ বোতল জুস বিলি করেন।
10সুপার হিরো নিজের আসল পরিচয় দিতে অনীহা প্রকাশ করেছেন। তবে তিনি ফেসবুকে সক্রিয়।L'uomo dietro la maschera rifiuta di rivelare il suo vero nome, ma ha una pagina Facebook attiva dove scrive:
11তিনি সেখানে লিখেছেন:Buongiorno amanti del pane!
12শুভ সকাল, রুটি প্রেমীরা! […] আমি ঠিকঠাকমতো আপনাদের প্রশ্নে উত্তর দিতে না পারায় দু:খিত।[…] Scusate se non rispondo subito ai messaggi, ma ne sono arrivati più di 300!
13আমি ইতোমধ্যে ৩০০'র বেশি বার্তা পেয়েছি।Lo so, è una valanga di benedizioni!
14আপনাদের আর্শীবাদ সম্পর্কে আমি অবহিত আছি। আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এতে অংশ নিতে চেয়েছেন।E sono davvero emozionato perché so che i contributi continueranno a crescere come il lievito.
15আপনাদের অংশগ্রহণ একে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। সবকিছুই মহান ঈশ্বরের কৃপায় হয়েছে।Parlate con Dio, fate la sua volontà e tutto, Tutto! andrà per il meglio.
16সবকিছু ভালোর জন্য পরিবর্তন হবে।Vi mando tante benedizioni e un immenso abbraccio!
17আমি সবাইকে আমার তরফ থেকে সুভাশীষ জানাচ্ছি।[…] Grazie per le belle parole… Vi amo!
18সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।
19আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো।La sua attività ha attirato l'attenzione dei media.
20দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের জন্য তার এই প্রচেষ্টা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে।
21দ্য সানডে সাময়িকী লিখেছে:Il giornale domenicale El Frente scrive delle sue azioni:
22বুকারামাঙ্গার মানুষের জন্য সুপার হিরোর জনকল্যাণমূলক কাজ সবার কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে সহযোগিতা করতে চেয়েছেন, যা সুপার প্যানের উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে।Le azioni filantropiche dell'eroe mascherato lo hanno convertito in un vero e proprio punto di riferimento per gli abitanti di Bucaramanga, che non perdono occasione di avvicinarsi a lui e sostenerlo o ringraziarlo, che, dopotutto, è lo scopo iniziale di Pancracio Levadura, meglio conosciuto come Super Pan. […] Anche se Super Pan ha un mantello, non vola, quindi usa il motorino come mezzo di trasporto per andare dove lo conduce Dio, per dare pane e caffè ai più bisognosi della capitale di Santander.
23[…] সুপার প্যানের ঢিলেঢালা জামা থাকলেও তিনি উড়ে চলেন না।In questo video di YouTube è possibile vedere Super Pan in azione:
24তিনি মোটরসাইকেলে চড়ে সব জায়গায় যান।
25ক্ষুধার্ত মানুষের মাঝে রুটি বিলি করেন।Su Twitter, l'hashtag #SuperPan raccoglie le opinioni favorevoli degli utenti:
26কখনো কখনো কফিও দেন।Esistono supereroi veri, #SuperPan.
27নিচের ভিডিও-তে সুপার প্যানের কার্যক্রম দেখা যাবে।Un grande esempio che potremmo seguire tutti.
28সংবাদ ওয়েবসাইট ভ্যানগুয়ার্দিয়া ইউটিউবের ফুটেজ নিয়ে প্রতিবদেনটি করেছে:
29টুইটারে সুপার হিরোর ভক্তরা #সুপারপ্যান হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে:
30বাস্তবের সুপার হিরো #সুপারপ্যান।Piccole azioni per ottenere grandi cambiamenti.
31দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য তার এই কার্যক্রমকে সবার উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিত।
32ছোট ছোট উদ্যোগ বড়ো পরিবর্তন আনতে পারে।Complimenti, fai un lavoro che fanno solo i supereroi, hai un grande cuore.
33অভিনন্দন!#SuperPan
34আপনি যা করছেন, তা সুপার হিরোদেরই কাজ। আপনি খুব দয়ালু লোক।Magari ci fossero tante persone a fare buone azioni come #SuperPan.
35#সুপারপ্যান আমি আশা করি, আরো অনেকেই #সুপারপ্যানের মতো কাজ করবে।Questo è il genere di persone di cui ha bisogno la Colombia.
36আপনার মতো এমন দয়ালু লোক কলম্বিয়ার আরো দরকার।Tutta la mia ammirazione e il mio rispetto.
37আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে।Situazione sentimentale: Vorrei essere il rotolo farcito di #SuperPan
38আপনার প্রতি শ্রদ্ধায় মন ভরে গেছে।Super Pan ispirerà altri a indossare maschera e mantello?
39স্ট্যাটাস: #সুপারপ্যানের সুইস রোল হতে চাই।L'utente @MegaJexux si chiede:
40@মেগাজেসাক্স বিস্ময়ের সাথে জানতে চেয়েছেন, সুপার প্যানের আলখাল্লা আর মাস্ক সবাইকে অনুপ্রাণিত করবে কি না?
41#সুপারপ্যান, আপনার প্রধান শত্রু কে হবে?#SuperPan, chi sarebbe il suo arcinemico?
42আপনার কি মনে হয়?Voi cosa ne pensate?