Sentence alignment for gv-ben-20100729-12029.xml (html) - gv-ita-20100722-22306.xml (html)

#benita
1উত্তর কোরিয়া: মনস্তাত্ত্বিক যুদ্ধে সৌন্দর্যের ভূমিকাCorea del Nord: La bellezza come arma psicologica
2উত্তর কোরিয়ার একজন খাবার পরিবেশনকারী, যিনি দক্ষিণ কোরিয়ার এক অভিনেত্রীর মতো অনেকটা দেখতে, এখন দক্ষিণ কোরিয়াতে বেশ জনপ্রিয় হয়ে গেছেন।
3অন্যদিকে ইউটিউবের একটি ভিডিওতে উত্তর কোরিয়ার এক কলেজ ছাত্রী সরকারের প্রশংসা করেছেন তার ধনী পরিবারের প্রতি বদান্যতা দেখানোর কারনে যা অনেক দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করেছে।Una cameriera nordcoreana molto somigliante a un'attrice sudcoreana è diventata la celebrità del momento in Corea del Sud, e un video su YouTube, in cui un'universitaria nordcoreana elogia la generosità del regime nei confronti della sua famiglia abbiente, ha totalizzato diecimila visite.
4অবশ্য দক্ষিণ কোরিয়াতে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকেরা সাবধান করে বলছেন যে এটা উত্তর কোরিয়ার নতুন লঘু চাল।Ma i defezionisti nordcoreani avvertono: si tratterebbe solo di un tentativo di addolcire l'immagine della dittatura.
5ছবিতে উত্তর কোরিয়ার ওয়েট্রেস (বামে) আর দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম তাই-হি (ডানে)Nella foto: la cameriera nordcoreana (a sinistra) e l‘attrice sudcoreana Kim Tae-hee (a destra) [en]
6নাম না জানা এই ওয়েট্রেস (খাবার পরিবেশনকারী) দক্ষিণ কোরিয়ার ব্লগ জগৎে আলোচিত হন যখন ক্যাম্বোডিয়ায় অবস্থিত উত্তর কোরিয়ার একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া কিছু দক্ষিণ কোরিয়ান তাকে দেখে ওয়েবসাইটে তার ছবি তুলে দেন।Quest'anonima cameriera ha fatto il suo ingresso nella blogosfera sudcoreana quando i coreani che visitavano un ristorante nordcoreano in Cambogia hanno notato il suo aspetto, caricando sui loro siti web foto che la ritraevano.
7দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় অভিনেত্রীর সাথে মিলের কারনে এই উত্তর কোরিয়ার এই নারী সাথে সাথে ‘উত্তর কোরিয়ার কিম তা-হি' হিসাবে পরিচিতি হন।Così, la ragazza si è fatta rapidamente la reputazione di “Kim Tae-hee nordcoreana” per la somiglianza con la famosa attrice.
8কিছু কোরিয়ান নেটিজেন তাকে উত্তর কোরিয়ার দেবী বলছেন বা দুই কোরিয়াকে একত্র করার কারন হিসেবে উল্লেখ করেছেন।Alcuni netizens coreani l'hanno definita “la Dea della Corea del Nord”, o “una buona ragione per riunificare le due Coree”.
9এমনকি উত্তর কোরিয়ার রাষ্ট্র চালিত রেস্টুরেন্টটিও তার কারনে কিছু পরিচিতি পেয়েছে।Persino il ristorante, che è gestito dallo stato nordcoreano, ha beneficiato della sua fama riflessa.
10কিন্তু গুরুগম্ভীর রাজনৈতিক ব্লগাররা অবশ্য মানুষকে পরামর্শ দিচ্ছেন এর একটু গভীরে দেখার জন্য।Tuttavia, alcuni autorevoli blogger che si occupano di politica consigliano di scavare oltre la superficie.
11এনকেইনসাইড নামে একজন ব্লগার এ নিয়ে মন্তব্য করেছে “কার জন্য উত্তর কোরিয়ার কিম তা-হি কাজ করেন' এই শিরোনামে একটি লেখায়। তিনি লিখেছেন যে এইসব সুন্দরী মেয়েরা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জুং ইল এর ভালোর জন্য কাজ করতে বাধ্য হচ্ছে।Una blogger di NKinside [nc, come in tutti i link seguenti], in un post intitolato “Per chi lavora la Kim Tae-hee nordcoreana?”, ha commentato affermando che queste bellissime ragazze non sono altro che lavoratrici sfruttate a beneficio del dittatore nordcoreano Kim Jong-il.
12বিদেশে অনেক উত্তর কোরিয়ার রেস্টুরেন্ট আছে।All'estero sono attivi molti ristoranti nordcoreani.
13একটি ভালো উদাহরণ হল পিয়ং ইয়াং এর ওক-রিউ গোয়ান। কেবলমাত্র পিয়ং ইয়াং, গাইসুং আর মাউন্ট কুমগাং এ না বরং বেইজিং, সাংহাই আর ক্যাম্বোডিয়াতেও এর শাখা আছে।Un ottimo esempio è il “Pyongyang Ok-ryu Gwan”, che ha succursali non solo a Pyongyang, a Gaesung e sul monte Kumgang, ma anche a Pechino, a Shanghai e in Cambogia.
14প্রায় সকল ক্ষেত্রেই দেখা গেছে যে উত্তর কোরিয়া থেকে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য পাঠানো সুন্দরী নারীরা গ্রাহকদের খাবার পরিবেশন করছেন।In quasi tutti i casi, a servire i clienti sono belle donne arrivate dalla Corea del Nord per guadagnare valuta straniera.
15এইসব রেস্তোঁরায় দিনে দুইবার বাদ্যযন্ত্র পরিবেশন হয়, বিকাল ১২:৩০টা আর রাত ১৯:০০ টায়।Ci sono persino due spettacoli musicali al giorno, intorno alle 12:30 e alle 19:00.
16এইসকল ওয়েট্রেস গ্রাহকদের সাথে ছবি তুলতে পারেন আর সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে পারেন। এটা যেন উত্তর কোরিয়ার সৌন্দর্যকে তুলে ধরা…আর তাদের কষ্টার্জিত আয়ের বেশীরভাগ সোজা কিম জুং ইলের পকেটে যায়।Queste cameriere sono disponibili a farsi fotografare con i clienti e a rispondere alle domande dei giornalisti: è pur sempre un modo per promuovere la bellezza nordcoreana… Anche se gran parte di quel denaro faticosamente guadagnato finisce dritto nelle tasche di Kim Jong-il.
17আন চি ইয়োঙ্গের ব্লগ থেকে ভিডিও চিত্রের একটি স্ক্রিন শট উপরে দেয়া হয়েছে। এই ভিডিওটি এখন আর পাওয়া যাচ্ছে না।Fermo immagine tratto da un video pubblicato sul blog di An Chi-yong [nc], ora non più disponibile.
18সৌন্দর্যের ব্যাপারটা ব্যবহার করে কোন পরিস্থিতির সুবিধা নেয়া উত্তর কোরিয়ার এটাই প্রথমবার না।Non è la prima volta che la Corea del Nord cerca di giocare la carta della bellezza per influenzare la situazione.
19এক মাস আগে, উত্তর কোরিয়ার এক সুন্দরী কলেজ ছাত্রীর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয় যেখানে তার ধনী পরিবার আর তার উচ্চাভিলাষী জীবন ধারন গর্বভরে দেখানো হয় এবং সে শাসকদের প্রশংসাও করে।Un mese fa, sono stati pubblicati su YouTube i video di una studentessa universitaria nordcoreana che lodava il regime e metteva in mostra la sua famiglia benestante e i suoi elevati standard di vita.
20উত্তর কোরিয়ার এই মেয়ে পিয়ং ইয়াং শিক্ষা বিশ্ববিদ্যালয়ে পড়ে যেখানে শাসকদের অনুগত পরিবারের সন্তানরাই কেবল ভর্তি হতে পারে।Questa giovane proviene dall'Università di Pyongyang, in cui si accettano solo i figli delle famiglie fedeli al regime.
21সে গর্ব করে বলছে যে শাসকরা তার নতুন, ভালো বাড়ির জন্য অর্থ দিয়েছে আর দক্ষিণ কোরিয়ার আবাসন সমস্যা নিয়ে সে নাক সিঁটকেছে। দক্ষিণ কোরিয়ার ব্লগ জগৎে এই কলেজ ছাত্রীর ডাক নাম হয়েছে ‘উত্তর কোরিয়ার চেহারার কলেজ ছাত্রী' (‘চেহারা' ভালো দেখতে অর্থে)।Questa universitaria, che si vanta di essersi fatta pagare dal regime una casa nuova e più grande, e deride i problemi abitativi della Corea del Sud, nella blogosfera sudcoreana usa il nickname “Faccia da Universitaria Nordcoreana” (dove il termine “faccia” si riferisce a qualcuno di bell'aspetto).
22এই ভিডিওর ব্যাপারে দক্ষিণ কোরিয়ানদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ঠাট্টা।I sudcoreani hanno risposto immediatamente a questo video con l'ironia.
23মিনাজ৯৯ নামে একজন ব্লগার জানিয়েছেন একটা দৃশ্যের কথা যেটি দেখে বেশীরভাগ নেটিজেন হাসবে, সেই সুন্দরী মেয়েটা আমেরিকার এইচপি ল্যাপটপ আর দক্ষিণ কোরিয়ার হানগুল (মাইক্রোসফ্ট ওয়ার্ডের মত) সফটওয়ার পণ্য ব্যবহার করছে। উল্লেখযোগ্য যে এই দুই দেশকেই উত্তর কোরিয়ার শাসকরা আক্রমণ করে রাষ্ট্রীয় শত্রু আর বিশ্বাসঘাতক সরকার হিসাবে।La blogger Minazz925 ha fatto notare una scena che ha suscitato l'ilarità di moltissimi altri netizens, in cui “Faccia da Universitaria” usa un laptop HP di marca americana e il programma di videoscrittura “Hangul”, una specie di Word sudcoreano: due prodotti provenienti da nazioni che il regime nordcoreano condanna come nemiche dello stato e traditrici del governo.
24উত্তর কোরিয়ার সুন্দরী কলেজ ছাত্রীর আমেরিকান ব্রান্ডের ল্যাপটপ ব্যবহার নিয়ে নেটিজেনদের সমালোচনা প্রখর হয়েছে।Le critiche dei cittadini della rete si sono concentrate su una scena in cui “Faccia da Universitaria Nordcoreana” usa un laptop di marca americana.
25নেটিজেন যারা এই দৃশ্য দেখেছেন তারা বলেছেন যে আমেরিকাকে সাংঘাতিক শত্রু হিসাবে চিহ্নিত করার পাশাপাশি আমেরিকার ল্যাপটপ ব্যবহার করা কি রকম দ্বিমুখী নীতি আর মন্তব্য করেছেন যে এই ভিডিও ১৯৭০ এর দশকের দিকে জনপ্রিয় উত্তর কোরিয়ার প্রোপাগান্ডা লিফলেটের মত আর একটি প্রচেষ্টা।I netizens che hanno visto la scena hanno fatto notare (l'ironia dietro) l'utilizzo di un laptop americano per condannare gli Stati Uniti come nemico mortale e hanno definito il video l'ennesimo cliché prodotto da una propaganda nordcoreana che andava di moda negli anni Settanta.
26এই ঘটনায় অন্তর্দৃষ্টি দিয়েছেন উত্তর কোরিয়া থেকে পালানো একজন যিনি বর্তমানে সিউলে আছেন।Un defezionista nordcoreano che ora vive a Seul aggiunge un parere professionale sull'incidente.
27জাং জিন-সাং তার ব্লগে লিখেছেন যেহেতু অন্তর্মুখী উত্তর কোরিয়া দেশের প্রত্যেক মানুষের পোশাক আর চুলের ধরন নিয়ন্ত্রণ করতে পারে, তাই কেবলমাত্র যেসব গুপ্তচর দক্ষিণ কোরিয়ার সমাজে ঢুকতে চায় তারা দক্ষিণ কোরিয়ার মতো করে সাজতে পারে।Jang Jin-sung scrive sul suo blog che, da quando l'isolata Corea del Nord ha iniziato a esercitare un controllo sull'abbigliamento e le pettinature individuali, solo gli agenti segreti che devono infiltrarsi nella società sudcoreana possono vestirsi alla sudcoreana.
28জাং উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার পার্টির লেখক হিসাবে কাজ করছিলেন ২০০৪ সালে উত্তর কোরিয়াতে চলে আসার আগে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাং বিশ্লেষণ করেছেন চিওনান ঘটনার পরে তাদের চেহারা নরম করার একটা প্রচেষ্টা হিসাবে যেটাতে ৪৬ জন দক্ষিণ কোরিয়ার নাবিক নিহত হন।Jang, che prima di passare alla Corea del Sud nel 2004 lavorava come scrittore per il Partito dei Lavoratori al potere in Corea del Nord, interpreta questa mossa dei nordcoreani come un tentativo di addolcire la propria immagine dopo l'incidente della nave “Cheonan”, in cui sono rimasti uccisi 46 marinai sudcoreani.
29যে কারনে আমি তাকে একজন নর্থ স্টার এজেন্ট মনে করি সেটা হল তার চুলের ধরণ। ( নর্থ স্টার হল উত্তর কোরিয়ার গোয়েন্দা ডিপার্টমেন্টের নাম)।Il motivo per cui sospetto che sia un'agente segreto della North Star (North Star è il nome dei Servizi Segreti della Corea del Nord) è il suo taglio di capelli.
30অন্তর্মুখী উত্তর কোরিয়াতে, ব্যক্তির পোশাক আর চুলের ধরণ তার রাজনৈতিক ভাবাদর্শের প্রকাশ হিসাবে পরিগণিত হয়।Nella isolata Corea del Nord, stili di abbigliamento e acconciature individuali sono percepiti come espressione di un'ideologia politica.
31বিশেষ করে কেউ যদি প্রচারণার সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে তিনি কেবলমাত্র উচ্চশ্রেনীর সংশ্লিষ্ট চেহারা দেখাতে পারেন এমন একটা নিয়ন্ত্রিত সমাজে… তাই কেবলমাত্র নর্থ স্টার ইউনিটএর এজেন্টরা থেকে ওয়ার্কাস পার্টির অনুমতি পায় দক্ষিণ কোরিয়ার চুলের ধরন, পোশাক আর কথা বলার ধরণকে অনুসরণ করার…আমি বিশ্বাস করি ওয়ার্কাস পার্টির সমন্বায়ক ব্যুরো উত্তর কোরিয়ার আক্রমণাত্মক মূর্তিকে বিশুদ্ধ করতে চাচ্ছে সৌন্দর্য- মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে।In una società così strettamente controllata, e specialmente quando si tratta di persone che devono apparire nei materiali di propaganda, è consentito mostrare solo le caratteristiche classiche… Perciò solo gli agenti della North Star che lavorano per il Fronte Democratico per la Riunificazione della Patria del Partito del Lavoro sono autorizzati a seguire le mode sudcoreane in materia di capelli, vestiti e modi di parlare…Credo che il Fronte Democratico stia cercando di ripulire l'immagine ostile della Corea del Nord attraverso l'arma psicologica della bellezza.
32উত্তর কোরিয়ার শাসক যখন এই ধরণের নরম পদক্ষেপ নিচ্ছে, উত্তর কোরিয়ার অর্থনীতি আর এর খারাপ স্বাস্থ্য সেবা সম্পর্কে মন খারাপ করা খবর লাগাতার আসছে।Mentre il regime nordcoreano sperimenta l'approccio morbido, continuano a manifestarsi sinistre prospettive per l'economia e la sanità pubbliche .
33সরকারের উচিত ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাইরের শত্রুর সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ না।Quella che dovrebbe intraprendere Il governo è la guerra per la fame, non certo una guerra psicologica contro nemici esterni.