Sentence alignment for gv-ben-20090315-1989.xml (html) - gv-ita-20090326-1865.xml (html)

#benita
1রাশিয়া: স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক “অপ্রেরিত পত্র”Russia: “Lettera mai spedita” sull'inefficienza del sistema sanitario
2নিচের অংশটি রাশিয়ার স্বাস্থ্য সুরক্ষার উপর লেখা একটি পোষ্ট (রুশ ভাষায়) এর আংশিক অনুবাদ- যা রাশিয়ার রাষ্ট্রপতিকে লেখা একটি আক্রমনাত্মক “অপ্রেরিত পত্র”।Quella che segue è la traduzione parziale di un post [ru] sul sistema sanitario in Russia - una caustica “lettera non spedita” al Presidente russo, scritta il 22 febbraio dall'utente di LiveJournal sobe-panek.
3ফেব্রুয়ারীর ২২ তারিখে লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী সোব প্যানেক এর লেখা এই পোষ্টটি ইয়ানডেক্স ব্লগ পোর্টালের সর্বোচ্চ ৩০টি পোষ্টের তালিকায় স্থান পেয়েছে এবং যা কিনা কিছু রাশিয়ান মিডিয়া আবার পুন:প্রকাশ করেছে।Il post figura tra i Top 30 del portale Yandex Blogs ed è stato citato da alcuni media russi.
4[…] লিপেটস্ক এলাকায় ইয়েলটস নামে একটি শহর আছে।[…] C'è una città chiamata Yelets nella regione di Lipetsk.
5এবং ইয়েলটস শহরে ১ নম্বর সিটি হাসপাতাল অবস্থিত। এই হাসপাতালে একটি হেমোডায়ালাইসিস এবং গ্রাভিটেশনাল ব্লাড সার্জারি বিভাগ আছে।E nella città di Yelets sorge l'ospedale municipale n°1, in cui è situato un reparto di emodialisi e chirurgia gravitazionale del sangue.
6প্রসঙ্গত: এটাই শহরের একমাত্র।L'unico ospedale della città, comunque.
7সাম্প্রতিক সময় পর্যন্ত বিভাগটির নিজস্ব ঘর ছিল রোগীদের জন্য এবং দিনরাত চব্বিশ ঘন্টাই এটা খোলা থাকত।Fino a poco tempo fa, il reparto disponeva di una propria stanza per i pazienti e rimaneva aperto 24 ore su 24.
8এই কারনে, চিকিৎসক এবং সেবিকারা তাদের মূল বেতনের সাথে অতিরিক্ত কিছু অর্থ পেত: রাত্রিতে, ছুটির দিন এবং সপ্তাহান্তে কাজ করার জন্য।Per questo motivo, medici e infermieri venivano pagati extra, oltre a ricevere il proprio stipendio di base: per i turni di lavoro notturni, i giorni festivi e i week-end.
9কল্পনা করুন তো মোট কতটাকা বিল হতে পারে শেষে।Provate a immaginare a quanto ammontava la fattura totale.
10অনেক বেশী টাকা, ভয়াবহ।Troppi soldi, un orrore. […]
11এবং এইভাবে গ্রীষ্মে (প্রসঙ্গত: দুস্প্রাপ্যতার সরকারী কোন খবরের পূর্বেই), লিপেটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র মাতৃভূমিকে কিছু অর্থ বাঁচাতে একটি উপায় খুঁজে পেয়েছিল।E così in estate (comunque prima delle notizie ufficiali sulla crisi), il reparto sanitario della regione di Lipetsk ha trovato un modo per far risparmiare un po' di soldi alla madrepatria.
12প্রথমত, তারা হেমোডায়ালাইসিস বিভাগের রুমটি সরিয়ে নিতে চাইল, তারপর তারা রাত্রিকালীন কাজ বন্ধ করে দিতে চাইল এবং চাইল রবিবার এবং ছুটির দিনের কাজও বন্ধ করতে।Innanzitutto, hanno chiuso la stanza del reparto di emodialisi, quindi hanno cancellato i turni notturni, quelli della domenica e dei giorni festivi.
13অবশ্যই, ঐ সকল দায়িত্বজ্ঞানহীন অসুস্থ লোকজন সঠিক উপায়েই নালিশ জানানো শুরু করেছিল।Naturalmente, quegli irresponsabili dei malati hanno iniziato a lamentarsi.
14যেমন, তারা মারাত্মক কিডনি অকেজো ধরনের অসুখের শিকার হতে পারে শুধু কার্যদিবসের সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্তই নয় বরং রাতেও এবং হতে পারে ছুটির দিনেও।Come prevedibile, vengono colpiti da crisi di insufficienza renale acuta non soltanto nei giorni lavorativi dalle 8 alle 17 ma anche la notte e nei giorni festivi.
15এবং তারা হৈচৈ শুরু করেছিল এই কারনে যে কিডনি সমস্যায় ভোগা কোন ব্যক্তি যে কিনা আক্রান্ত হয়েছে রবিবার সকালে, তার হেমোডায়ালাইসিস ছাড়া সোমবার সকাল পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা কম।E hanno iniziato a gridare che una persona con problemi renali, soggetta a un attacco nel corso di un sabato sera, difficilmente riuscirà ad arrivare al lunedì mattina senza emodialisi.
16এবং তারা উদাহরণসরূপ ২০ বছরের একজন নারীর সাম্প্রতিক মৃত্যুর কথা উল্লেখ করে। তাদের জন্য সকলকে সহানুভূতিশীল হবার জন্য, অবশ্যই…E hanno citato come esempio il recente decesso di una ragazza di 20 anni, tanto per suscitare un sentimento di profondo dispiacere nei loro confronti, ovviamente…
17ঠিক আছে, তাহলে নারীটি মারা গেছে-সোমবার পর্যন্ত বেঁচে থাকতে পারেনি।Ok, questa ragazza è morta, non è riuscita a passare il week-end.
18এবং তাতে কি হয়েছে?E allora?
19পৃথিবী উন্নতির নিম্নক্রমে ধাবিত হয়েছে?Forse che il mondo sia andato gambe all'aria?
20এমনকি যদি ইয়েলটস সিটি হাসপাতালের এই বিভাগের সকল গুরুতর রোগী মরে যায়, পৃথিবী সেদিকে ভ্রুক্ষেপ করতে যাবেনা। কারন, সত্য বলতে কি ঐ রুগীগুলো অকারনেই সূর্যের তলে স্থান করে নিচ্ছে।Anche se i pazienti cronici di questo reparto dell'ospedale municipale di Yelets muoiono, il mondo non se ne preoccupa affatto, perché, a dire la verità, questi pazienti occupano un posto al sole per niente.
21নিজের জন্য বিচার করুন, এইসব অক্ষম ব্যক্তিদের কার প্রয়োজন যারা দীর্ঘদিন ধরে কিডনি প্রতিস্থাপন অপারেশন করার জন্য অপেক্ষা করেই আছে (যা তারা কখনই পাবেনা)-তাদের প্রয়োজন নেই কারও।Giudicate voi stessi, chi ha bisogno di questi poveri disabili che trascorrono anni ad aspettare un trapianto renale (che non otterranno mai) - nessuno ha bisogno di loro.
22অথবা ঐ বিভাগের অন্য সেইসব রোগীরা-অতিরিক্ত সেবনের কারনে নেশাগ্রস্ত।Oppure gli altri pazienti di questo reparto - i tossicodipendenti dopo un'overdose.
23তারা পৃথিবীর জন্য আবর্জনা স্বরূপ, কার প্রয়োজন তাদের?Questi sono la feccia della società, chi ha bisogno di loro?
24এবং বিভিন্ন জীবাণূ সংক্রামিত রোগীদের সকলে?E tutti quelli soffrono di diverse intossicazioni?
25দ্রুত সংক্রামণ জীবাণু বা যাই হোক।Avvelenamento da funghi o qualcos'altro.
26চিকিৎসার জন্য তাদের কি প্রয়োজন- এ সবই তাদের দোষ: যাচ্ছেতাই ভাবে ভোজন ও পান করো না।Perché hanno bisogno di essere curati? È tutta colpa loro: state attenti a quel che mangiate e bevete.
27প্রিয় রাষ্ট্রপতি, এবং আমি এমনকি গুরুতর কিডনি অচল রোগীর বিষয়েও কথা বলছিনা।E non sto parlando solo dei pazienti con insufficienza renale cronica, caro presidente.
28যদি ঐ সকল লোক স্বাস্থ্যকর জীবন যাপন করত, রাশিয়ার জন্য ভোট দিত, কোন আন্দোলনের মিছিলে যোগ দিত না, সরকারের বিরুদ্ধে কোন রকম প্রচারণা পড়ত না, কোন প্রকার পত্র স্বাক্ষর করতো না (পক্ষে বা বিপক্ষে) - তাদের কিডনি কি অচল হত?Se costoro conducessero una vita sana, votassero per la Russia Unita, non partecipassero alle manifestazioni dei dissidenti, non leggessero tutti quegli strani articoli senza senso dell'opposizione e non firmassero ogni sorta di lettera (di difesa e di protesta), i loro reni sarebbero malati?
29অবশ্যই, না।Certo che no.
30তাই হ্যাঁ, গ্রীষ্মে এই বিভাগের মেডিক্যাল কর্মচারীরা তাদের রাতের কাজ হতে মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়েছে সপ্তাহান্তের এবং ছুটির দিনের কাজ হতে।Allora, durante l'estate il personale medico di questo reparto è stato esonerato dalla responsabilità dei turni notturni, dei week-end e dei giorni festivi.
31এইরকম একটা পরিস্থিতিতে একজন স্বাভাবিক ব্যক্তি কি করতে পারে?Che cosa farebbe qualunque persona normale in queste condizioni?
32উল্লাস!Rallegrarsi!
33এবং তারা- মেডিক্যাল কর্মচারীরা-তারা কি করছে?E loro, il personale medico, che cosa stanno facendo?
34তারা বিরক্ত।Sono indignati.
35এবং তাদের রোগীর গুরুত্বের পেছনে লুকিয়ে রাখে।E si nascondono dietro gli interessi dei pazienti.
36মূলত, মেডিক্যাল পেশাজীবীদের বিরক্তির উদ্রেগ করেছে বেতন কর্তন।Di fatto, quello che ha veramente indignato i medici professionisti sono i tagli agli stipendi.
37কি ধরনের কর্তন- আহ, আদৌ কোন বড় পরিমাণ নয়।Di quale entità? Ah, una sciocchezza.
38উদাহরণ সরূপ, আমার ছোটবোন অ্যানার কথাই ধরি, যে এঈ বিভাগে একজন সেবিকার কাজ করে, ২০ বছরের অভিজ্ঞতা আছে […]- এই দুর্যোগের পূর্বে, সে পেত ৫০০০ রুবল [সেই সময়ের হিসাবে মাসে প্রায় ২০০ ডলার] ।Prendiamo l'esempio di mia sorella, Anna, che lavora come infermiera presso questo reparto e vanta 20 anni di esperienza […] - prima che la crisi […] iniziasse, guadagnava circa 5.000 rubli [approssimativamente 200 dollari al mese all'epoca].
39এবং বর্তামানে সে পাচ্ছে ৩,৩৮০ রুবল [ প্রায় ১০০ ডলার] পার্থক্যটা কি, তাই না?E ora ne guadagna 3.380 [approssimativamente 100 dollari]. Qual è la differenza, quindi?
40কোন পার্থক্য নেই আদৌ!Nessuna differenza!
41৩. ৪০০ পেল না ৪,৩০০ পেল তা নিয়ে সে মোটেও ভাবে না, যখন তাকে বাড়ীভাড়া দিতে হয় ৪,২০০ [এক মাসে]।Per lei guadagnare 3.400 o 4.300 rubli è la stessa cosa, quando il costo dell'alloggio che deve sostenere è di 4.200 rubli [al mese].
42এমনকি যদি সে ৫০০০ থেকে সামান্য বেশীও পায়, বিড়ালের খাবার কেনার জন্য তার কাছে যথেষ্ট বাড়তি অর্থ থাকবে।Anche se Anna guadagnasse poco più di 5.000 rubli, le rimarrebbe appena qualcosa per comprare il cibo del gatto.
43যদি আমি লিপটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের হতাম, আমি মেডিক্যাল পেশাজীবীদের ১০০০ রুবলের বেশী একমাসে বেতন দিতাম না।Se fossi capo del Reparto Sanitario regionale di Lipetsk, non darei al personale medico più di 1.000 rubli al mese.
44কেনো তাদের আরও প্রয়োজন?Perché gliene occorre di più?
45তাদের জন্য এই সময় হতে অবসান পর্যন্ত টিকে থাকতে?Per sopravvivere fino alla pensione?
46দেখুন, প্রিয় প্রেসিডেন্ট, কত অর্থ সঞ্চয় হতে পারে যদি আমরা এটা সারাদেশে প্রয়োগ করি।Consideri, caro presidente, quanti soldi potrebbero essere risparmiati se applicassimo tutto questo a livello nazionale.
47প্রথমত, সকল মেডিক্যাল পেশাজীবী মরে যাবে, তখন তাদের সকল রোগীও তাদের অনুসরন করবে।Innanzitutto, tutti il personale medico sparirebbe, seguito a ruota dai loro pazienti.
48রাষ্ট্র তখন একসময় অবিশ্বাস্য লাভ করবেঃ (ক) বেতন হতে অর্থ সঞ্চয় হবে; (খ) অক্ষমতার ভাতার অপরিশোধ হতে অর্থ সঞ্চয় হবে; (গ) পেনশন; (ঘ) বিনামূল্যে প্রদেয় ঔষধ…(হ্যাঁ, হ্যাঁ, বিনামূল্যে- এবং যা আপনি মনে করেছিলেন?Lo Stato si arricchirebbe immediatamente come per magia grazie ai […]: a) soldi trattenuti dagli stipendi; b) soldi risparmiati sulle pensioni d'invalidità non pagate; c) pensioni; d) trattamenti gratuiti… (Sì, sì, gratuiti - e che cosa pensavate?
49আমি এই হাসপাতালের অন্যান্য বিভাগ সম্পর্কে জানিনা, কিন্তু এই হেমোডায়ালাইসিস বিভাগে গুরুতর রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়!)Non conosco la situazione degli altri reparti di questo ospedale, ma in questo reparto di emodialisi i pazienti cronici sono curati gratuitamente!)
50গুনতে থাকুন: যন্ত্রপাতি, বিভিন্নরকম মেডিক্যাল যন্ত্র, হাতমোজা এবং সুই, বিল্ডিংয়ের বর্গ মিটার যা দখল করে রেখেছিল কিছু অপ্রয়োজনীয় বিভাগ অথবা পুরো হাসাপাতালটাই।Ma continuiamo a contare: attrezzature, diversi tipi di dispositivi medici, guanti e siringhe, metri quadrati di edifici occupati da alcuni reparti inutili o persino interi ospedali.
51ক্যানসার যদি অমোচনীয় একটি রোগ হয় তবে কেনো রাষ্ট্রের ক্যানসার হাসপাতাল প্রয়োজন?Perché mai il Paese ha bisogno di cliniche oncologiche se il cancro è incurabile?
52কেনো আমাদের দুই মাথা ভল্লুক-দুঃখিত, আবার ভুলক্রমে-আমাদের ঈগল-এর কেনো ঐ সকল গুরুত্ব অক্ষম লোকজনের দেখাশোনা করা উচিৎ, যদি তারা আর দেশের কোন কাজে না আসে?Perché il nostro orso a due teste - eh, scusate, di nuovo un lapsus - la nostra aquila - si dovrebbe prendere cura di tutti quei disabili cronici, se non sono più utili allo Stato?
53এবং কেনো আমাদের অসুস্থ শিশু দরকার?E per quale motivo dovremmo aver bisogno di bambini malati?
54তার চেয়ে ভাল নতুন শিশুকে জন্ম দেয়া। সুস্বাস্থ্যের কাউকে..Meglio metterne al mondo degli altri, in buona salute…
55প্রিয় রাষ্ট্রপতি,[…], আগ্রহভরে শুনুন সাধারণ জনগনের মতামত।Caro presidente, […], ascolti attentamente l'opinione della gente comune.
56এবং নজর দিন লিপেটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের উন্নতির কাজে।E presti attenzione all'esperienza all'avanguardia del Reparto Sanitario regionale di Lipetsk.
57এবং হয়তো আমরা এই মারাত্মক সমস্যা হতে উৎরাতে সক্ষম হব না, কিন্তু কিছু লাভের সাথে এটা হতে ফিরে আসতে পারব।Vede, forse, non solo riusciremmo a superare questa maledetta crisi, ma saremo anche in grado di uscirne con qualcosa in tasca. […]
58আমি এই চিঠিটি লিখেছিলাম এবং এটি পাঠানোর পথে ছিলাম (লাইভজার্নাল ব্লগকেতো কে নয় অবশ্যই, কিন্তু আরও অনেককে), কিন্তু একদম শেষমুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমার বোনকে জানানোর ব্যাপারে।Aggiornamento. Ho scritto questa lettera ed ero sul punto di spedirla (non a LiveJournal, naturalmente, ma più in alto), ma all'ultimo momento ho deciso di avvertire mia sorella.
59তাই আমি তাকে ডাক দেই।L'ho chiamata.
60সর্তক করি তাকে।L'ho messa in guardia.
61সে বলে:“তুমি কি উন্মত্ত?Mi ha detto: “Sei pazza?
62তারা আমাকে বের করে দেবে!”Mi licenzieranno.”
63তাতে কি, আমি তাকে বলি, তোমাকে চাকুরিচ্যুত করতে দাও।E allora ho fatto, che ti licenzino.
64তুমি কি হারাবে?Che cosa perderai?
65তিন হাজার রুবল?Tremila rubli?
66এটা কোন বেতনই না, এটা একটা অপমান।Non è uno stipendio, è un'umiliazione.
67আমি তোমাকে ৫০০০ দিতে রাজি আছি, তোমার ঘাড়ে পা দিয়ে চলতে কেবল তাদের বিরত রাখ।Sono pronta a pagarti 5.000 rubli, giusto per impedire loro di metterti i piedi in testa.
68এবং আমার বোন প্রতিউত্তর দেয়: তুমি কিছুই বোঝনা।E mia sorella ha risposto: non capisci niente.
69আমি আমার চাকুরী প্রচন্ড ভালবাসি।AMO TANTISSIMO IL MIO LAVORO.
70আমি এটা ছাড়া বাঁচতে পারিনা।Non posso farne a meno.
71আমার বেতনের সাথে এর কিছূই করার নেই… দূর!Non ha nulla a che fare con il mio stipendio… Maledizione!
72একমাত্র যে জিনিসটি করতে বাকী তাহলো [ ]।L'unica cosa che si può fare è scrollare le spalle.
73সুখি হওয়াও সম্ভব।Ci si potrebbe perfino rallegrare.
74দেশের জন্য।Per il Paese.
75দেশের রাষ্ট্রপতির জন্য।Per il suo presidente.
76এবং, আলাদাভাবে বললে, লিপএটস্ক আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা বিভাগের জন্য।E, a parte, per il Reparto Sanitario regionale di Lipetskt.
77এবং ইয়েলটসের মেডিক্যাল পেশাজীবীদের জন্য।E per i medici di Yelets.
78এবং অবশ্যই ইয়েলটসের গুরুতর কিডনি রোগাক্রান্ত রোগীদের জন্য…E, naturalmente, per i pazienti di Yelets che soffrono di insufficienza renale cronica…
79প্রিয় রাষ্ট্রপতি, অনুগ্রহ করুন, আমি আপনার নিকট প্রার্থনা করছি: মেডিক্যাল পেশাজীবী সকলের বেতন বন্ধ করে দিন।P.S. Caro presidente, per favore, la supplico: sopprima gli stipendi di tutto il personale medico.
80এবং অনুগ্রহ করে কিছু সেবিকাকে চাপ দিন ( উদাহরণ স্বরূপ, আমার বোনকে) তাদের নিজেদের থলে হতে রাতের কাজের জন্য পরিশোধ করার জন্য।E per favore, costringa alcuni inferimieri (mia sorella, per esempio) a pagare di tasca propria per il diritto di andare a lavorare.
81তা নাহলে, আপনার দেশের কোন কিছুই পরিবর্তন হবেনা, কখনই না।Perché, altrimenti, nulla cambierà in questo Paese. Mai.