# | ben | ita |
---|
1 | কাজাখস্তানঃ লাইভ জার্নাল অবমুক্ত এবং রুদ্ধ পুনরায় | Kazakhstan: LiveJournal sbloccato – e poi bloccato di buovo |
2 | জানুয়ারীর ২৮ তারিখে কাজাখস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের লাইভ জার্নালে হঠাৎ করে আবার প্রবেশাধিকার দেয়া হয়। ভূতপূর্ব সোভিয়েত রাশিয়ার কথা বলার জন্য তৈরী ব্লগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই লাইভ জার্নাল প্লাটফর্ম। | Il 28 gennaio gli utenti Internet del Kazakhstan hanno improvvisamente avuto accesso a LiveJournal - la piattaforma blog più popolare della blogosfera post-Sovietica in lingua russa. |
3 | এটি জাতীয় আইএসপি কর্তৃক গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে অজানা কারনে বন্ধ করে দেয়া হয়-ফিল্টারিংয়ের এই ঘটনাকে “কাজাখটেলিকম” কখনই স্বীকার করে নাই। | Era stata bloccata dal provider nazionale fin dal 7 Ottobre dell'anno scorso per ragioni sconosciute - “Kazakhtelecom” non ha mai ammesso l'esistenza dell'oscuramento. |
4 | আমরা লাইভ জার্নালের ফিল্টারিং এড়িয়ে ঢোকার জন্য বিভিন্ন প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করেছি। | Usavamo vari trucchetti tecnologici per accedere a LiveJournal. |
5 | জানুয়ারীর ২৮ তারিখে এটা অবমুক্ত করে দেয়া হয়। | Il 28 gennaio è stato sbloccato. |
6 | আমরা জানি না - ঠিক কে এটাকে ফিল্টার করা এবং পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্তটা দিয়েছিল। | Chi abbia preso la decisione di filtrarlo e poi di aprirlo - non lo sappiamo. |
7 | আমরা এও জানিনা যে কতক্ষণ এটাতে আমাদের মুক্ত প্রবেশাধিকার থাকবে। | Per quanto tempo avremo l'opportunità di godere del libero accesso - non lo sappiamo. |
8 | হয়তো আমি চিৎকার করে বলতাম ‘ কি মজা!', কিন্তু কিছু কারনে আমি কটুক্তি করতে চাচ্ছি। | Forse dovrei gridare “hurrà”, ma per qualche ragione mi viene da imprecare. |
9 | জানিয়েছেনছেন ইভ। | Così ha scritto eev [ru]. |
10 | অনেক ব্লগার এমন অপ্রত্যাশিত খুশীতে মেতে উঠায় বিশ্বাসী নয় যে তাদের লাইভ জার্নাল উত্তেজনা পূর্ণ পোষ্টে ভরে উঠবে। | Molti blogger stentavano a credere a quest'inattesa felicità - i loro spazi su Livejournals si sono riempiti di post eccitati. |
11 | অবিশ্বাসীরা এখনও সন্দেহপ্রবণ এবং লর্ড-ফেম তাদেরই একজন। | Gli scettici apparivano dubbiosi [ru], e tra questi lord-fame: |
12 | আমি ১ এর উপর ১০ বাজী ধরতে রাজী আছি যে তারা ব্লগটিতে ‘বাগ' পাবে এবং পুনরায় বন্ধ করে দেবে। | Scommetto dieci a uno che troveranno “l'errore” e bloccheranno nuovamente il sito web. |
13 | গ্রাভেরিক যুক্ত করেছেনঃ | graveric ha aggiunto [ru]: |
14 | কাজাখটেলিকমের কোথাও সামান্য কোন ক্রুটি ঘটেছে বলে সন্দেহ আছে। | C'è il sospetto che si sia verificato un piccolo problema da qualche parte in Kazakhtelecom. |
15 | যা খুব শীঘ্রই দূরীভূত হবে। | Presto sarà corretto. |
16 | এটাই সেটা যা প্রকৃতপক্ষে পরবর্তী দিনের সন্ধ্যার মধ্যে ঘটেছিল। | Esattamente quanto è avvenuto la sera del giorno dopo. |
17 | সাইবার গরিনিচ বলে যে কাজাখটেলিকমে যন্ত্রপাতি আপগ্রেডের কাজ চলেছিল, যখন লর্ড অফ সাইলেন্স এটাকে ব্যাখা করে লাইভ জার্নালের নিজের আইপি এড্রেস পরিবর্তন সম্পর্কিত ধারণা দিয়ে, যে কারনে ব্যবহারকারীদের জন্য এটি সাময়িক সময়ের জন্য অবমুক্ত হয় কিন্তু পরে সেটাকে আবার ফিল্টার করে দেয়া হয়। | Cyber-gorynych sostiene [ru] che c'è stato un aggiornamento delle apparecchiature in Kazakhtelecom, mentre lord-of-silence lo spiega [ru] con il cambio dell'indirizzo IP dello stesso Livejournal, che temporaneamente è risultato aperti agli utenti, ma poi è stato filtrato. |
18 | আমাদের মনে রাখতে হবে যে এই হৈচৈ ইন্টারনেট রীতিনীতির খসড়া আইনের বিরুদ্ধাচারণ করছে যে আইন বর্তমানে সংসদের বিবেচনাধীন আছে। | Ricordiamo che queste storie rientrano nel contesto della nuova proposta di legge sulla regolamentazione di Internet, attualmente al vaglio del Parlamento. |
19 | পালমেটচিজ্জা মন্তব্য করেনঃ | Come commenta pulemetchizza [ru]: |
20 | এই আইন যদি গ্রহণ করা হয় তবে কোন কোন ওয়েবসাইট কাজাখাস্তানী নাগরিকদের খোলা উচিৎ এবং কোন কোন ওয়েবসাইট নিষিদ্ধ হবে তা নির্ধারিত হবে। | La legge, se adottata, determinerà quali siti web verranno aperti per i cittadini del Kazakhstan, e quali saranno proibiti. |
21 | কাজাখটেলিকম যেটা বেআইনীভাবে করেছে এবং করেছে লাইভজার্নালের সাথে চতুরতার সাথে সেটা অন্য যেকোন ওয়েবসাইটের সাথেও হতে পারে এবং সেটা আইনগত ভাবেই। | Ciò che Kazakhtelecom ha fatto illegalmente e di nascosto con Livejournal, sarà possibile farlo con qualsiasi altro sito web - e legalmente. |
22 | জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ওয়েবসাইট এর মালিককে কোন নোটিশ প্রেরণ ব্যতিরকে এইরূপ সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউটর। | Col pretesto della minaccia alla sicurezza nazionale. La decisione verrà presa dal Pubblico Ministero senza avvisare il proprietario del sito web. |
23 | কাজাখস্তান এ লাইভ জার্নাল বন্ধ রাখার প্রাথমিক প্রতিবেদন পাবেন এখানে এবং এখানে। | Global Voices ha già parlato di casi di blocco di Livejournal in Kazakhstan qui [in] e qui [in]. |
24 | লেখাটি এছাড়াও নিউইউরেশিয়াতে প্রকাশিত হয়েছে। | Pubblicato anche su neweurasia [in]. |