# | ben | ita |
---|
1 | পানামা: আদিবাসী নেতা সিলভিয়া ক্যারেরা সরকারের বিরুদ্ধে লড়ছেন | Panama: Silvia Carrera, la cacicca che sta sfidando il governo |
2 | এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকারের বিশেষ কাভারেজের অংশবিশেষ | |
3 | ১৯৮৯ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর পানামা বর্তমানে সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। | |
4 | এর উৎস হচ্ছে জিনোবি-বুগল এলাকার আদিবাসীদের ২০১২ সালের ৩১ জানুয়ারি তারিখের সড়ক অবরোধ। | |
5 | তারা তাদের এলাকায় কয়লা খনন এবং জলবিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচী পালন করে। | |
6 | গত ৫ ফেব্রুয়ারি পুলিশ জোর করে উচ্ছেদ করার আগ পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচী পালন করছিল। | |
7 | আদিবাসী গোষ্ঠী এবং সরকারের মধ্যেকার চুক্তি হওয়ার প্রেক্ষিতে এই সংকট অনেকটা মিটে গেছে। | |
8 | তবে, পানামার জনগণের মন জয় করতে এই জেলায় জলবিদ্যুত বা কয়লা খনি খনন করা হলে এই চুক্তি অনিশ্চিত হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট মার্টিনেলি (@আরমার্টিনেলি) (স্প্যানিশ ভাষায়) তার টু্ইটার অ্যাকাউন্টের মাধ্যমে হুমকি দিয়েছেন, জলবিদ্যুত ছাড়া সবকিছুই আমাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়বে। | Panama ha vissuto una delle crisi più dure, dall'epoca del ritorno della democrazia nel 1989, negli ultimi mesi quando gli indigeni delle etnie Gnobe-Bugle hanno deciso di occupare la strada il 31 gennaio scorso [es, come per tutti gli altri link eccetto ove diversamente indicato] per protestare contro il progetto di costruzione di una miniera e della centrale idroelettrica all'interno della loro corregimiento [divisione territoriale amministrativa di Panama] Cerro Pelado, nel distretto di Ñurum della comarca Ngäbe Buglé,che detiene l'indice più alto di mortalità infantile (55. |
9 | আমাদের দেশ আরো দরিদ্র হয়ে পড়তে পারে: | 4%) del Paese. |
10 | আদিবাসীদের সমস্যা হলো, তারা পানামায় আরো বেশি জলবিদ্যুত কেন্দ্র চায় না। | A 12 anni è entrata nel movimento guidato da Camilo Ortega, che lottava perchè i ngäbe e i buglé avessero la proprio comarca. |
11 | এটা সবকিছুকে ব্যয়বহুল করে তুলবে। এমনকি আমাদের দরিদ্রও করে তুলতে পারে। | A 13 anni ha avuto il primo figlio, Bernardo Jiménez Carrera, e a 18 partorì Sixto Jiménez Carrera. |
12 | এই সংকটের মাঝে আদিবাসীদের পক্ষে ঝাণ্ডা হাতে একজন উঠে এসেছেন। | A 19 si è separata da suo marito. |
13 | তিনি ক্যাসাকিউ [অনুবাদকের নোট: এ্ই তাইনো শব্দের মানে হচ্ছে গোত্রপতি] সিলভিয়া ক্যারেরা যিনি সরকারের বর্তমান কয়লানীতির প্রতিবাদ করে প্রথম মহিলা হিসেবে গ্রোত্রপতি নির্বাচিত হবেন। | |
14 | নিচের ভিডিওটি করেছেন অরগুন ওয়াগুয়া, ফেব্রুয়ারির ৪ তারিখে এটি ইউটিউবে আপলোড করেছেন লাউরুগুইটেইকোলোকা (স্প্যানিশ ভাষায়)। | |
15 | ভিডিওতে দেখা যায়, ক্যাসাকিউ সহিংসতার সময়ে সামনের সারিতে থেকে বক্তব্য দেয়ার চেষ্টা করছেন। | |
16 | পানামার ইউনিসেফ তাদের ওয়েবসাইটের (স্প্যানিশ ভাষায়) একটি বিভাগ উৎসর্গ করে, যখন ক্যারেরা ওই পদের জন্য প্রচারণা শুরু করেছিলেন। | |
17 | আর তখনই আমার তার সম্বন্ধে কিছুটা জানতে পারি: | Silvia Carrera ha deciso di coltivare la terra. |
18 | সিলভিয়া ক্যারেরার জন্ম, বেড়ে ওঠা এবং বসবাস এনগাবি-বুগল প্রদেশের নুরুম জেলার ক্যারো পেলাডোর অন্তর্গত অল্টো লাগুনায়। | |
19 | এখানকার শিশু মৃত্যুর হার দেশটির অন্যান্য অঞ্চল থেকে সবচেয়ে বেশি (৫৫. | Coltivava yucca [it], igname [it], otoe, riso, fagioli, mais per dare da mangiare ai figli. |
20 | ৪%)। তিনি ১২ বছর বয়সে ক্যামিলো ওতের্গার নেতৃত্বাধীন আন্দোলনে যোগ দেন। | Ma non ha mai smesso la militanza nel gruppo indigeno di Ortega, dedicandosi con pari dedizione all'impegno politico e ai figli. |
21 | ক্যামিলো ওতের্গা এনগাবি এবং বুগল এলাকার জন্য আন্দোলন করেছেন। ১৩ বছর বয়সে তার প্রথম সন্তান জন্ম বারনার্দো জিমিনেজ ক্যারেরার জন্ম হয়। | Per questa madre la priorità è stata quella di insegnare loro “l'importanza di lottare per i propri diritti chiedendo di essere rispettati”. |
22 | ১৮ বছর বয়সে জন্ম হয় সিক্সটো জিমিনেজ ক্যারেরার। | In quelle riunioni racconta che suo figlio più grande imparò a essere un giovane leader. |
23 | মাত্র ১৯ বছর বয়সে স্বামীকে ছেড়ে চলে আসেন। সিলভিয়া ক্যারেরার লক্ষ্য ছিল জমি নিয়ে কাজ করা। | Bernardo Jiménez Carrera, a 27 anni, è commissario per i diritti umani indigeni e sta seguendo il secondo anno alla facoltà di diritto e scienze politiche. |
24 | সন্তানদের জন্য খাবার সংস্থানের জন্য তিনি ইউকা, গাছ আলু, ওটি (সব্জি), চাল, মটরশুটি, ভুট্টা চাষ করতেন। | Recentemente la cacicca ha aperto un account su Twitter e prosegue la battaglia iniziata sulle strade, attraverso le reti sociali. |
25 | বাচ্চাকাচ্চা লালনপালনের দায়িত্ব সত্ত্বেও তিনি ওতের্গার আদিবাসী গ্রুপের সাথে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়া বন্ধ করেননি। | |
26 | এই মা অগ্রাধিকারের ভিত্তিতে তার ছেলেমেয়েদের শিক্ষা দিয়েছেন, “আমাদের অধিকারের জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ, তারা আমাদের সম্মান করবে, এটার ওপর জোর দিতেন।“ | |
27 | এটা আমাদের বলে দেয় যে, তার বড় ছেলে এইসব শিখেই যুব নেতা হয়েছে। | Dal suo account (@CaciqueGeneral) ha criticato duramente l'attuale presidente Ricardo Martinelli definendolo bugiardo in diversi messaggi: |
28 | বারনার্দো জিমিনেজ ক্যারেরার বয়স ২৭। সে এখন আদিবাসী হিউম্যান রাইটস কমিশনার। | @rmartinelli es mentiroso nosotros NO queremos Minería, por favor de la cara y no se esconda del pueblo que le dio el voto. |
29 | কমিশনার হিসেবে কাজের দ্বিতীয় বছরে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞানের ওপর ডিগ্রি নেন। | @rmartinelli mente, noi NON vogliamo le miniere, che si prenda le sue responsabilità e non si nasconda dal popolo che l'ha votato. |
30 | সম্প্রতি ক্যাসাকিউ একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। | Sembrerebbe che gli abitanti di Panama abbiamo iniziato ad apprezzare la cacicca che ha dimostrato di essere una donna di grande temperamento. |
31 | সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে তিনি রাস্তায় প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। | Vladimir K. Polo (@kendriv) ha condotto addirittura un referendum informale in rete in cui concorrevano la cacicca, il presidente e uno dei principalli precandidati presidenziali. |
32 | [সব টুইটার অ্যাকাউন্ট স্প্যানিশ ভাষায়]। | La cacicca è risultata la preferita: |
33 | তিনি তার অ্যাকাউন্টে (@ক্যাসাকিউজেনারেল) প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির নেতৃত্বের সমালোচনা করে তাকে মিথ্যুক অভিহিত করেন: | |
34 | @rmartinelli es mentiroso nosotros NO queremos Minería, por favor de la cara y no se esconda del pueblo que le dio el voto. @আরমার্টিনেলি একজন মিথ্যুক। | En la encuesta de hoy ganó la Silvia Carrera Cacique General GB para presidente de la Rep. de Panamá. |
35 | আমরা কয়লা খনি চাই না। দয়া করে আমাদের সামনে আসুন। | Nel referendum di oggi ha vinto Silvia Carrera Cacicca Generale come presidente della Repubblica di Panamá. |
36 | যারা আপনাকে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে কিছু গোপন করবেন না। পানামার সাধারণ নাগরিকরা নারী হিসেবে ক্যাসাকিউ এর সাহস দেখে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন। | Joel Jonas (@joeljonas16) invia un applauso sotto forma di tweet alla cacicca ringraziandola per la chiarezza con la quale la espresso la sua opinione, comparandola con il Ministro della Sicurezza Raul Mulino, criticato per il suo atteggiamento durante la recente crisi. |
37 | ভ্লাদিমির কে পালো (@কেনড্রাইভ) একটি ওয়েবের অনানুষ্ঠানিক জরিপ তুলে এনেছেন। | APLAUDO a la cacique general #Ngöbe por sus palabras, en 3 minutos se expreso mas claro y directo de lo que lo hizo #Mulino en 3 días |
38 | সেখানে ক্যাসাকিউকে প্রেসিডেন্টের বিপরীতে প্রধানতম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। | APPLAUDO la cacicca generale #Ngöbe per le sue parole, in 3 minuti ha detto più cose che #Mulino in 3 giorni |
39 | সেখানে ক্যাসাকিউ জিতেছেন: আজকের জরিপে সিলভিয়া ক্যারেরা, জেনারেল ক্যাসাকিউ, পানামা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন। | Enrique Sosa T. (@esosatribaldos) crede invece che la cacica esageri un pò quando dice che non vengono presi sul serio e adduce come prova che la cacicca accede a internet attraverso la rete gratuita offerta dallo Stato. |
40 | জোয়েল জোনাস (@জোয়েলজোনাস১৬) ক্যাসাকিউকে সমর্থন করে টুইট করেছেন। | En cuantos países una cacique general tiene acceso a internet gratis? |
41 | নিরাপত্তা বিষয়ক মন্ত্রী রাউল মুলিনোর চেয়ে স্বচ্ছতার সাথে বক্তব্য তুলে ধরায় তিনি ক্যাসাকিউয়ের প্রশংসা করেন। | |
42 | একই সাথে সাম্প্রতিক সংকট কঠোরভাবে মোকাবেলা করায় মুলিনোর সমালোচনা করেন: | Piensen 2 veces antes d decir q no son tomados n cuenta #PANAMA |
43 | আমি ক্যাসাকিউয়ের বক্তব্য সমর্থন করি। | In quanti paesi un cacicco generale può accedere a internet gratis? |
44 | মুলিনোর ৩ দিনে যা পারেননি, ক্যাসাকিউ ৩ মিনিটেই তা পরিষ্কার করে দিয়েছেন। | Che lo pensino due volte prima di dire che nessuno li prende in considerazione a #PANAMA |
45 | অন্যদিকে এনরিকো সোসা টি (@ইসোসাট্রিবালডোস) মনে করেন, তাদের বিবেচনায় নেয়া হয় না বলে ক্যাসাকিউ ছোট্ট বিষয়কে অতিরঞ্জিত করছেন। | L' 8 di febbraio la cacicca si è presentata in parlamento attaccando il presidente e dichiarando che se non fosse stato compiuto ciò che avevano concordato sarebbero tornati ad occupare le strade. |
46 | তার কাছে প্রমাণ আছে, ক্যাসাকিউ রাজ্য প্রদত্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। | |
47 | কয়টি দেশে জেনারেল ক্যাসাকিউ বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন? | Il discorso è stato trasmesso dalla TV parlamentare, visto e approvato da una buona fetta di panamensi. |
48 | তাই বলার আগে দুইবার ভাবুন, আমরা আপনাদের বিবেচনা করি কি না! | Luis Carlos Chacon (@lcchacon) dedica delle belle parole alla leader: |
49 | ৮ ফেব্রুয়ারি ক্যাসাকিউ সংসদে বক্তৃতা দেন। সেখানে তিনি প্রেসিডেন্টকে আক্রমণ করেন। | Que ejemplo de dignidad, honorabilidad y valentía nos esta dando La Cacique General Silvia Carrera @CaciqueGeneral |
50 | তাকে সতর্ক করে দেন, তিনি যদি প্রতিশ্রুতি না রাখেন তবে তারা আবার রাজপথে ফিরে যাবেন। | Che esempio di dignità, onore e coraggio ci ha dà ka Cacique General Silvia Carrera @CaciqueGeneral |
51 | সংসদ চ্যানেলে বর্ক্তৃতাটি সম্প্রচারিত হয়। | Anche Evelyn Castrejon (@ECastrejonC) commenta in tono entusiasta: |
52 | পানামার বিপুল সংখ্যক জনগণ টিভিতে বর্ক্তৃতা দেখে তার ভক্ত হয়ে যান। | La Cacique General: Verdadera Líder! Primera vez que pongo el canal de la asamblea! |
53 | লুইস কার্লোস সাকন (@এলসিসাকন) নেতার প্রশংসায় কিছু শব্দ খরচ করেন: | La Cacicca Generale: Vera Leader! È la prima volta che guardo il canale del parlamento! |
54 | জেনারেল ক্যাসাকিউ কী চমত্কার গাম্ভীর্য, সম্মান ও সাহসের উদাহরণ আমাদের দিলেন! | |
55 | ইভলিন ক্যাস্ট্রেজন (@ইক্যাস্ট্রেজনসি) একই লাইনে মন্তব্য করেন যে, ক্যাসাকিউ একজন সত্যিকারের নেতা: | Infine, anche Paco Gómez Nadal, giornalista spagnolo rimpatriato dall'attuale governo per il sospetto di aver partecipato alle proteste indigene, ne parla sul suo blog Otramerica: |
56 | জেনারেল ক্যাসাকিউ একজন সত্যিকারের নেতা। এই প্রথম আমি সংসদ চ্যানেল দেখলাম। | Carrera no se ha ocultado en ningún momento de los amargos días de represión y hostigamiento. |
57 | আদিবাসীদের প্রতিবাদে অংশ নেয়ার অভিযোগে বর্তমান সরকার কর্তৃক বহিষ্কৃত স্প্যানিশ সাংবাদিক পাকো গোমেজ নাদাল তার ব্লগ অট্রামেরিকায় এই নারীর লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন: | La historia sigue y las mujeres Ngäbe han demostrado en las manifestaciones y en las protestas que han protagonizado desde hace años, en el río Tabasará, en Changuinola, en ciudad de Panamá, que la dignidad es una palabra de género femenino. |
58 | তিনি দমন-পীড়নের তিক্ত দিনগুলির কোনো কিছুই কখনো গোপন করেননি। | Carrera non si è mai nascosta durante i lunghi giorni di repressione e minaccia. |
59 | এ গল্প সবাই জানে, এনগাবির নারীরা, যারা পানামা শহরের সাংগুইনোলার তাবাসারা নদী তীরে বছর বছর ধরে আছে, সেখানকার প্রতিবাদ, বিভোক্ষ দেখেছে। যা নারীর মর্যাদার একটি শব্দকেই তুলে ধরে। | La storia prosegue e le donne Ngäbe hanno dimostrato nelle manifestazioni e nelle proteste di cui sono protagoniste ormai da anni, nel fiume Tabasará, a Changuinola, nella città di Panamá, che la dignità è una parola di genere femminile. |
60 | এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশবিশেষ | |