# | ben | ita |
---|
1 | থাইল্যান্ডের রাজ ক্ষমা বিলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ | Thailandia: aumentano le proteste contro la proposta di amnistia |
2 | চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্টুডেন্টদের ফেসবুক পাতা থেকে। | Foto tratta dalla pagina Facebook degli studenti di medicina alla Chulalongkorn University |
3 | থাইল্যান্ডে বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তি রাস্তায় হাঁটা কর্মসূচী পালন করে বিতর্কিত রাজ ক্ষমা বিলের বিরুদ্ধে তাঁদের অবস্থান প্রকাশ করেছে। | Il numero di gruppi e individui in marcia per le strade della Thailandia in opposizione alla controversa proposta di amnistia è aumentato ancora. |
4 | গত ১ নভেম্বর তারিখে সংসদে বিলটি অনুমোদন দেয়ার কিছুদিন পরে ব্যাংককে দশ হাজারেরও মতো লোক তাঁদের অসম্মতি জানাতে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করে। তাঁরা সেই বিচারাদির মানের প্রতি তাঁদের অসম্মতি জানিয়েছে, যা রাজনীতিবিদদের এবং সেসব নেতাদের রাজ ক্ষমার কম্বলে মুড়ে দিবে, যারা ২০০৬ সাল থেকে রাজনৈতিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। | Qualche giorno dopo l'approvazione [en] del progetto di legge da parte del Parlamento, avvenuta l'1 Novembre, decine di migliaia di persone si sono unite alle azioni di protesta a Bangkok per dimostrare la loro disapprovazione a misure che concederebbero una vasta rete di amnistie a personaggi e leader che hanno commesso reati politici dal 2006. |
5 | বিচারাদির মানের সংশোধিত সংস্করণটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের অনুকূলে কাজ করবে, এমন একটি রিপোর্ট করার পর বিলটির প্রতি অসন্তোষ ফুঁসে উঠেছে। | L'opposizione è nata quando è stato riferito che la nuova versione della legge andrebbe a beneficio di politici corrotti e violatori dei diritti umani. |
6 | বিরোধীদল নির্দিষ্ট করে বলেছে, বিলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অপরাধগুলোকে “ধবলধোলাই” করবে। তিনি একটি স্থানীয় আদালতে লুণ্ঠনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন। | In particolare, il partito di opposizione ha riferito che la legge insabbierà i crimini dell'ex primo ministro Thaksin Shinawatra, fuggito dal paese dopo essere stato condannato per frode fiscale dal tribunale. |
7 | ২০০৬ সালে একটি সামরিক ক্যু এর মাধ্যমে থাকসিনকে ক্ষমতাচ্যুত করা হয়। | Thaksin è stato deposto da un golpe nel 2006. |
8 | তাঁর ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। | Sua sorella più giovane, Yingluck Shinawatra, è l'attuale primo ministro della Thailandia. |
9 | থাকসিনের সমালোচকদের মতে, এই বিলটি সাবেক নেতাকে আবার দেশে ফেরার এবং সরকার কর্তৃক বাজেয়াপ্ত কৃত তাঁর সকল সম্পত্তি তাঁকে পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি করে দিবে। | Secondo la critica, la legge permetterebbe all'ex leader di tornare in patria e riacquisire i beni precedentemente sequestratigli dal governo. |
10 | রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন ইন্সটিটিউটও এই বিচারাদির মানের বিরোধীতা করেছে। | Oltre ai partiti politici, varie istituzioni si sono opposte alla misura. |
11 | গত দু'দিনে বিদ্যালয় এবং হাসপাতালগুলোও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে। | Nei due giorni scorsi, infatti, sono state organizzate delle proteste anche da parte di scuole e ospedali. |
12 | সবচেয়ে লক্ষনীয় হচ্ছে, চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং এলামনাই বিলটির প্রতি তাঁদের অসম্মতি জানাতে রাস্তায় হাঁটা কর্মসূচী পালন করেছে। | In particolare, migliaia di docenti, personale, studenti e laureati della Chulalongkorn University hanno marciato in strada per esprimere il loro rifiuto alla legge. |
13 | সিনেট আগামী সপ্তাহে বিলটি সমাধান করার চেষ্টা করবে। | Il senato valuterà [en] la proposta di legge la prossima settimana. |
14 | টুইটারে বিভিন্ন প্রতিক্রিয়ায়, বিচারাদির মানের অজনপ্রিয়তা এবং ব্যাংককে প্রতিবাদের ব্যাপকতা প্রকাশিত হয়েছেঃ | Le reazioni su Twitter dimostrano l'impopolarità della legge e la dimensione delle proteste a Bangkok: |
15 | বিকাল ৫:৫০, গনতন্ত্র স্মৃতিস্তম্ভে রাজ ক্ষমা বিরোধী র্যালীর সাম্প্রতিক ছবি #ব্যাংকক (পিক @টার_টিআরনিউজ) | 5:50 La foto più recente delle proteste contro l'amnistia al Monumento alla Democrazia |
16 | সিয়াম থেকে সরাসরি রিপোর্ট করা হচ্ছে। সবদিকে লোকে লোকারণ্য। | รายงานสด…จากสยาม ม็อบเต้มเลยค่า แนะนำหลีกเลี่ยงเส้นทางบริเวณนั้นค่าาา @traffy @fm91trafficpro @js100radio pic.twitter.com/kBxz3Fzeiv |
17 | এই যায়গাগুলো বাদ দিয়ে চলেন। | - Palmanee (@Palmy2u) November 5, 2013 |
18 | থাই রাজ ক্ষমা বিল বিরুদ্ধে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় হাঁটা কর্মসূচীর বহু দৃশ্যপূর্ণ সুদীর্ঘ ছবি - ইসারা আর | Vista della protesta della Chulalongkorn Uni marcia contro l'amnistia thailandese - issara r (@issarar) 6 Novembre 2013 |
19 | বাকি পরিশোধ করুন। | Merito al merito. |
20 | কয়েক মাস ধরে লাগাতারভাবে ডেমোক্রেট পার্টি রাজ ক্ষমা বিলের বিরোধীতা করছে। | Sono mesi che il Partito Democratico si esprime contro la legge amnistia. |
21 | (অনেকেই অস্বীকার করেছে) এখন পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে। | (Molte persone ignorano) che ha organizzato proteste pacifiche finora. - เอม นภพัฒน์จักษ์ (@noppatjak) 6 Novembre 2013 |
22 | @এনগানাডিলেগ এই রাজ ক্ষমা বিল যা বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত করবে, তার বিরোধীতা ভোঁতাভাবে করা উচিৎ নয়। | Essere contro la legge amnistia non dovrebbe far dimenticare che giudici corrotti hanno imposto la loro versione perversa di amnistia per 4 anni. |
23 | ৪ বছর ধরে এটির বিকৃত স্বভাব সংস্করণকে অনুমোদনের জোর চেষ্টা চলছে। | - JQ Public (@JQP6) 6 Novembre 2013 |
24 | থাইল্যান্ডের ব্যাংককে রাজ ক্ষমা বিলের বিরুদ্ধে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়। | Chulalongkorn University contro la legge amnistia a Bangkok in Thailandia pic.twitter.com/fj2TSFfcSq - S. |
25 | অনেক টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীও বিলটির বিরুদ্ধে বিভিন্ন ছবি আপলোড করেছেঃ | Hirunyawanit (@Thaihundred) 5 Novembre 2013 Molti utenti di Facebook [en] e Twitter hanno pubblicato anche molte foto contro la legge: |
26 | রাজ ক্ষমা বিলের বিরুদ্ধে। | Contro la legge amnistia. 사면법안반대. pic.twitter.com/DhTsAyy8bb |
27 | সোময়োট প্রুকসাকাসেমসুক প্রশ্ন করেছেন, কেন লিজ মেজেস্টি (রাজতন্ত্র বিরোধী অপমান) আইন লঙ্ঘনকারীরা রাজ ক্ষমা বিলের আওতায় পরবে নাঃ | - Angel deviL Anlee (@Anlee_Okcat) 6 Novembre 2013 Somyot Pruksakasemsuk si chiede [en] perché i violatori della lesa maestà (crimini contro il governo) non rientreranno nella legge: |
28 | পুনরায় বন্ধুত্ব স্থাপনের নামে আইনটি নিজেই নিশ্চিতভাবে কপটাচারী। | Se lo scopo del tutto è la riconciliazione, la legge è palesemente ipocrita. |
29 | লক্ষ করলে দেখা যায়, অপরাধী কোড অর্থাৎ দ্যা লিজ মেজেস্টি আইনের ১১২ ধারার অধীনে যারা অপরাধী সাব্যস্ত হয়েছে তাঁদেরকে এটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও তাঁরা রাজনৈতিক দ্বন্দেরও শিকার হয়েছে। | Ad esempio, non include tutti coloro che sono stati condannati o accusati secondo l'articlolo 112 [en] del Codice Penale, ossia quello sulla lesa maestà, sebbene ovviamente siano stati vittime di un conflitto politico. |
30 | দ্যা লিজ মেজেস্টি আইনে কারাবন্দীরা শাস্তি পেয়েছে কারন তাঁরা রাজনৈতিক দ্বন্দের চূড়ান্ত পর্যায়ে তাঁদের রাজনৈতিক চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছে। | I prigionieri della lesa maestà furono condannati, infatti, per aver espresso la loro opinione nel periodo in cui il conflitto politico era più acceso. |
31 | তাঁরা দাবি করেছিলেন যে রাজ ক্ষমা খসড়া বিলটির সমতার নীতিটি নিজেই সমতার বিরোধীতা করছে। | Affermare che la proposta di amnistia è per la parità, contraddice il principio stesso della parità. |
32 | অতঃপর, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন বিলটিকে “রাজনীতিকরণ” না করা হয়ঃ | Nel frattempo, il primo ministro Yingluck Shinawatra sta esortando il pubblico a non ‘politicizzare' [en] la legge: |
33 | …বেশ কিছু গ্রুপ প্রকাশ করেছে যে তাঁরা ক্ষমা করতে প্রস্তুত নয় এবং তাঁদের এই বিভিন্নতা তাঁদেরকে কর্দমাক্ত করেছে। | …svariati gruppi sembrano non essere pronti ad abbracciare la via del perdono e puntare invece alle differenze. |
34 | নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং গণতান্ত্রিক নিয়মকে আরো একবার লাইনচ্যুত করার উদ্দেশ্য নিয়ে বিলটিকে রাজনীতিকরণ করা হোক, আমিতা দেখতে চাই না। | Non voglio assistere a una politicizzazione della legge con lo scopo di destituire l'attuale governo e deragliare le regole democratiche ancora una volta. |
35 | একটি রাজস্ব সম্বন্ধীয় ইস্যু হিসেবে ভুলবোঝাবুঝি সৃষ্টি করতে বিলটির প্রকৃত অর্থ বিকৃত করা হচ্ছে। | La proposta di legge è stata distorta così da far credere fosse spinta da questioni fiscali. |
36 | সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে পুনরায় বন্ধুত্ব স্থাপন করা। | L'obiettivo principale del governo è di portare ad una riconciliazione [en]. |
37 | বিরাজমান মতপার্থক্যের মুখোমুখি দাঁড়িয়ে সকল দলের মাঝে আরো বিভেদ্যতা তৈরি হওয়া বন্ধ করতে সরকার সাময়িকভাবে সবাইকে থামাতে চাচ্ছে। | Invece di far prevalere le differenze, il governo vorrebbe che tutte le parti si fermassero in modo tale da evitare ulteriori divisioni. |