Sentence alignment for gv-ben-20140422-42761.xml (html) - gv-ita-20140416-91832.xml (html)

#benita
1ভারতের ক্ষমতাধর নারী রাজনিতিবীদদের সাথে পরিচিত হোনIndia: speciale sulle principali donne politiche indiane
2প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর বিধবা স্ত্রী সোনিয়া গান্ধী পূর্বাঞ্চলের প্রদেশ নাগাল্যান্ডে সংসদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।Sonia Gandhi, attuale presidente dell'AICC e vedova dell'ex primo ministro indiano Rajiv Gandhi, fa propaganda per le elezioni dell'Assemblea legislativa, nello stato orientale di Nagaland.
3ছবি- কাইসি মাও, স্বত্ত্ব ডেমোটিক্স (৭/২/২০১৪)Foto di Caisii Mao. Copyright Demotix (7/2/2014)
4দেশের অভ্যন্তরে নারীর প্রতি অপরাধ সংগঠনে ভারত অজনপ্রিয় হলেও ভারতের কিছু সংখ্যক নারী নেত্রী শীর্ষে উঠে এসেছেন এবং তাঁরা দেশের রাজনীতির গতিধারায় পরিবর্তন সাধন করেছেন। বিশ্বের সবচাইতে বড় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতে।L'India sarà anche tristemente famosa [en, come tutti i link seguenti salvo diversa indicazione] per i crimini contro le donne commessi al suo interno, ma nel paese esistono molte leader che si sono distinte e che hanno cambiato il corso della politica nazionale.
5বর্তমানে ভারতে নির্বাচন চলছে। আসুন আমরা ভারতের নেতৃত্বদানকারী নারী নেত্রীদের সাথে পরিচিত হই।Con le elezioni generali attualmente in corso in India - le più grandi al mondo - andiamo a conoscere meglio le più influenti figure femminili della politica.
6সোনিয়া গান্ধীঃ মক্ষিরাণীSonia Gandhi: l'ape regina
7ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধী ১৯৯৮ সন থেকে ভারতের দুটো বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।L'italiana Sonia Gandhi [it] è il Presidente del Partito del Congresso Indiano, uno dei due partiti principali in India, dal 1998.
8তিনি ২০০৪ সালের নির্বাচনের পর গঠিত হওয়া রাজনৈতিক জোট ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স- এরও সভাপতি।È anche il presidente della coalizione politica Alleanza Progressista Unita [it] dalla sua fondazione, dopo le elezioni del 2004.
9তিনি ঘাতকের হাতে নিহত ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী। তাঁর ছেলে রাহুল গান্ধী, গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী।È la moglie del Primo Ministro indiano Rajiv Gandhi, assassinato dalle Tigri Tamil, e suo figlio Rahul Gandhi è designato come l'erede del retaggio politico della famiglia Gandhi.
10ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় প্রধান রাহুল গান্ধী দক্ষিন পন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)- এর প্রার্থী নরেন্দ্র মোদীর সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।Rahul Gandhi, vicepresidente del Partito del Congresso Indiano, stavolta parteciperà anche alle elezioni, competendo contro il candidato conservatore del Partito Popolare Indiano (BJP) Narendra Modi.
11ফোবর্স ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী সোনিয়া হলেন ২০১৩ সালে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে নবম।La rivista Forbes l'ha messa in nona posizione nella lista delle persone più potenti del 2013.
12নেতা হিসেবে তাঁর সুনাম প্রশ্নের সম্মুখীন হয়েছে তাঁর দলের বিভিন্ন দুর্নিতির কারনে, যেমন, তাঁর স্বামী এবং দল ১৯৯০ সালে অস্ত্র কেলেংকারীতে জড়িত ছিল, এতে করে ভারত সরকার সুইডিশ কোম্পানি বোফোর্স এর অস্ত্র বিক্রয় সংক্রান্ত অবৈধ প্রস্তাব মেনে নেয়।La sua reputazione di leader, però, è stata messa in ombra dai tanti casi di corruzione interni al suo partito, come lo scandalo delle armi, che ha visto coinvolti suo marito e il partito negli anni 90, in cui il governo indiano accettò tangenti illegali dalla vendita di forniture militari della compagnia svedese Bofors.
13এ ঘটনার পর থেকে তিনি (সোনিয়া গান্ধী) একাধিক এ ধরণের টুইটার মন্তব্যের লক্ষ্যবস্তুতে পরিণত হন।Di conseguenza è stata bersaglio di commenti su Twitter riferiti a questo: Riguardo la ricchezza di Sonia Gandhi.
14সোনিয়ার সম্পত্তির আসল ঘটনা।Dove trova i soldi?
15তিনি কোথা থেকে এত সম্পত্তি পেলেন; নিশ্চয়ই কংগ্রেস দলের সভাপতির বেতন থেকে নয়Di certo non nel suo salario come Presidente del Partito del Congresso.
16জয়ললিতাঃ “আম্মা”Jayalalithaa: la “madre”
17দক্ষিনের প্রদেশ তামিল নাড়ুতে প্রাক্তন অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ জয়ললিতার ভক্তরা তাঁকে “ আম্মা” বা মা হিসেবেই চিনে।Ex stella del cinema e attuale politica, conosciuta dai suoi fan dello stato sud-est del Tamil Nadu come “Amma” o madre.
18জয়ললিতা তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী ছিলেন এবং প্রদেশের দল অল ইন্ডিয়া আন্না ড্রাভিডা মুয়েন্ট্রা কাজাঘাম (এআইএডিএমকে) - এর প্রধান ছিলেন।Jayalalithaa è la premier dello Stato e capo del partito All India Anna Dravida Munetra Kazhagam (AIADMK).
19তামিল নাড়ুর প্রসিদ্ধ প্রাক্তন অভিনেতা এবং প্রখ্যাত রাজনীতিবিদ এম জি রামচন্দরন এর মাধ্যমে ১৯৮০ জয়ললিতার রাজনৈতিক অভিষেক ঘটে।M.G. Ramachandran, anch'esso attore venerato e illustre politico in Tamil Nadu, la introdusse nella scena politica nel corso degli anni 80.
20জয়ললিতা জয়ারাম(#বিডে) তামিল নাড়ুর রাণী, মিশরের রাণীর মত পোষাক পরেছিলেন।Jayalalithaa Jayaram (#bday), la Regina del Tamil Nadu, nei panni della Regina d'Egitto.
21(কেউ কি সেই চলচ্চিত্রটির কথা মনে করতে পারেন?)(Qualcuno conosce il film?)
22১৯৯৬ সালে জয়ললিতার বাড়িতে তল্লাশী চালিয়ে ১০,০০০ এরও বেশি সিল্ক শাড়ি এবং কয়েক হাজার কিলোগ্রাম সোনা ও রূপা পাওয়া গেলে তিনি ভারতের ইমেলদা মার্কোস নামে পরিচিতি লাভ করেন। ১৯৯৭ সালে তিনি কিছুদিনের জন্য কারাগারেও ছিলেন।Jayalalithaa divenne nota come l'Imelda Marcos indiana, dopo un raid avvenuto nel 1996 che portò alla luce un nascondiglio in casa sua con più di 10.000 sari di seta e più di un centinaio di chili tra oro e argento, per cui venne brevemente incarcerata nel 1997.
23ভক্তদের কাছে জয়ললিতা বা “পুত্রাচি থালাভি”, (বিপ্লবী নেতা) এবার দক্ষিনপন্থী বিজেপি এবং কংগ্রেস জোটের বাইরে ছোট ছোট দলের সমন্বয়ে গড়ে ওঠা তৃতীয় ফ্রন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।Per le elezioni del 2014, Jayalalitha o “Puratchi Thalaivi,” (la leader rivoluzionaria) come la chiamano i suoi seguaci, ha deciso di unirsi al Terzo Fronte che comprende partiti minori, come risposta al partito di destra BJP e alle coalizioni del Congresso.
24মমতা বন্দোপাধ্যায়ঃ “বড় দিদি”Mamata Banerjee: la “sorella maggiore”
25ভক্তরা মমতা বন্দোপাধ্যায়কে “দিদি” নামেই ডাকে। তিনি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী এবং নিখিল ভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রধান।Mamata Banerjee, chiamata “Didi” dai suoi sostenitori è la premier del Bengala Occidentale e leader del partito All India Trinamool Congress.
26২০০২ সালে প্রথম মহিলা রেলমন্ত্রী হওয়ার সুবাদে ভারতীয় রাজনীতিতে তিনি নিজেকে পরিচিত করে তোলেন।Si è fatta un nome all'interno della scena politica indiana dopo essere diventata, nel 2002, il Primo Ministro donna delle Ferrovie [it] del paese.
27পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে তিনি সমর্থন করেন।Ha anche sostenuto i contadini del Nandigram, nel Bengala Occidentale, che erano contro la vendita di terra per la costruzione di una speciale zona economica.
28পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দক্ষিন ত্রিপুরায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।Mamata Banerjee, Primo Ministro del Bengala Occidentale, impegnata in una campagna politica nel Tripura Meridionale.
29ছবি- রিপোর্টার #২৪৭২৮।Foto di Reporter #24728.
30স্বত্ত্ব ডেমোটিক্স (১/৪/২০১৪)Copyright Demotix (1/4/2014)
31ফেসবুকে “দিদি”র ৬৮৮,০০০ এরও বেশি ভক্ত আছে। নির্বাচন কমিশনের আইন না মানায় তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন:“Didi”, che ha più di 688.000 fan su Facebook, non è estranea alle polemiche, nota per i suoi attacchi a chi la critica:
32ভারতে বাক সংবরণ করতে একটি সমন্বিত আন্দোলন।Un piano orchestrato per reprimere la libertà d'espressione in India.
33পশ্চিম বঙ্গ সরকার মমতা বন্দোপাধ্যায়কে সমালোচনা করা একটি চলচিত্র নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।Il governo del Bengala Occidentale vieta il film che critica Mamata Banerjee.
34নির্বাচন কমিশনের আইন না মানাঃO per la sua indifferenza verso le norme della Commissione elettorale:
35নির্বাচন কমিশন মমতাকে নির্দেশনা মানতে নির্দেশ দিয়েছেন,কর্মকর্তাদের বদলি করতে হবেLa Commissione elettorale dice al governo di Mamata di rispettare le direttive dei funzionari.
36মায়াবতীঃ “ছোট বোন”Mayawati: la “sorella minore”
37উত্তর ভারতের উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতী সামাজিক উত্তরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।Mayawati, ex primo ministro dell'Uttar Pradesh nell'India del nord, è un brillante esempio di sollevazione sociale.
38১৯৭৭ সালে তিনি রাজনীতিতে যোগদান করেন। তিনি বহুজন সমাজ পার্টি (বিএসপি) - এর প্রধান।È entrata in politica nel 1977, ed è a capo del Partito della Società Maggioritaria [it] (Bahujan Samaj Party, BSP).
39হিন্দিতে বহুজন মানে “বহু ধরণের মানুষ” যারা ভারতীয় সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীভুক্ত।In hindi, Bahujan significa “i diversi” e indica le caste più povere e arretrate della società indiana.
40মায়াবতীর সমর্থকেরা তাঁকে পছন্দ করলেও রাজধানী লখনৌ শহরজুড়ে তাঁর নিজের মূর্তি স্থাপন এবং কয়েক মিলিয়ন মূল্যের রুপী দিয়ে তৈরি মালা পরিধান করার কারণে তিনি সমালোচিত।I sostenitori di Mayawati l'adorano, ma è stata criticata per aver eretto statue di sé stessa in tutta Lucknow, la capitale dello stato, e per la sua ghirlanda di rupie del valore di svariati milioni.
41মায়াবতির টাকার মালার কথা কি আপনারা ভুলে গেছেন?Come dimenticare la ghirlanda pacchiana fatta di rupie della Mayawati?
42সুষমা স্বরাজঃ স্বোপার্জিত নারী#MoneyMaya #janlokpal Sushma Swaraj: semplicemente se stessa
43সুষমা স্বরাজ।Sushma Swaraj.
44ছবি- শামিক ফারাজ, উইকিমিডিয়া কমন্সFoto di Shamik Faraz, Wikimedia Commons
45লোক সভা নামে খ্যাত ভারতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী হলেন স্বরাজ।Swaraj è l'attuale leader dell'opposizione della Camera Bassa del Parlamento indiano, la Lok Sabha.
46দেশের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তিনি একজন সদস্য। নরেন্দ্র মোদী ছাড়াও এ দলের অনেকেই প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন।È un membro del Partito Popolare Indiano, principale partito conservatore del paese, e sarebbe probabilmente diventata Primo Ministro se non fosse stato per Narendra Modi.
47টুইটারে তাঁর ভক্তের সংখ্যা মিলিয়নেরও অধিক।Ha più di un milione di fan su Twitter.
48স্বরাজ ছিলেন সর্ব কনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী।Swaraj è stata il più giovane membro del gabinetto.
49২০০৯ সালে সর্বাধিক ভোটে বিজয়ীঃ সুষমা স্বরাজ (বিজেপি), মধ্য প্রদেশের বিদিশা থেকে তিনি পেয়েছেন ৭৮.Vincitrice con il maggior numero di voti del 2009: Sushma Swaraj (BJP), 78,8% nel distretto di Vidisha, nel Madhya Pradesh.
50৮% বর্তমানে আরও অনেক নারী নেত্রী রয়েছেন যারা ভারতীয় রাজনিতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরকার গঠনে নীতি নির্ধারনী সিদ্ধান্ত প্রদান করছেন।#1bnvotes Ci sono molte altre donne che hanno lasciato il segno nella politica indiana e che potrebbero giocare un ruolo importante nella formazione del governo, stavolta.
51এদের মধ্যে ভারতীয় জনতা পার্টির স্মৃতি ইরানি, ভারতীয় কম্যুনিষ্ট পার্টির বিন্দ্রা কারাত এবং ভারতীয় জনতা পার্টির উমা ভারতি অন্যতম।Basti pensare a Smriti Irani del Partito Popolare Indiano, Brinda Karat, leader del Partito Comunista indiano, e Uma Bharti, sempre del Partito Popolare Indiano.