# | ben | ita |
---|
1 | হাইতির ভূমিকম্পের উপর রুশ ব্লগাররা প্রতিক্রিয়া জানিয়েছে | La reazione dei blogger russi al terremoto di Haiti |
2 | হাইতিতে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে, যা ২০১০ সালে প্রখম এক বৈশ্বিক বিপর্যয়ের সৃষ্টি করে। | Il potente terremoto di Haiti è il primo disastro del 2010 ad avere risonanza globale. |
3 | রুশ ব্লগাররা যদিও এই বিপর্যয় কেন্দ্র থেকে অনেক দুরে ছিল, তবে তারা দ্রুত ভূমিকম্পে বিপর্যস্ত লোকদের জন্য তাদের সমর্থন ব্যক্ত করে [রুশ ভাষায়]। | Per quanto lontani dal cataclisma, i blogger Russi si sono precipitati a manifestare sostegno [ru] alle vittime del terremoto. |
4 | এরপর লম্বা সময় ধরে হাইতির এই বিপর্যয় রুনেটে আলোচনার এক বিষয় হয়ে দাঁড়ায়। | E la tragedia di Haiti è diventata uno dei temi più discussi su RuNet. |
5 | যদিও অনেক ব্লগার কেবল এই বিপর্যয় সংক্রান্ত তাজা খবর জানিয়ে গেছে, তবে অনেকে সংবাদের প্রধান শিরোনামগুলো উচ্চারণ করার বাইরেও কিছু করার চেষ্টা করেছে [রুশ ভাষায়]। | Mentre parecchi blogger si sono limitati a rilanciare le ultime notizie sul disastro [ru], alcuni sono andati oltre i titoli di agenzia. |
6 | গ্লোবাল ভয়েসেস অনলাইনের রুশ ব্লগস্ফেয়ার তার কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছে। | Ecco qualche esempio dei più salienti dalla blogosfera russa. |
7 | এল জে ইউজার ডাইনিক [রুশ ভাষায়] লিখেছেন: | Scrive l'utente di LiveJournal dainik [ru]: |
8 | হাইতির সংবাদে আমি শঙ্কিত, দেশটি একেবারে ধ্বংস হয়ে গেছে… আমি সংবাদগুলো দেখেছি। সরকার এই বিপর্যয়ের সাথে পেরে উঠছে না। | Mi inorridiscono le notizie che arrivano da Haiti, il paese è a pezzi… Ho visto il telegiornale, il governo non riesce a far fronte al disastro. |
9 | তারা বলছে যে, বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প এটি। এই ভূমিকম্প ছিল ৭. | Dicono che sia il terremoto più devastante degli ultimi 200 anni. |
10 | ০ মাত্রার। | 7 di magnitudo. |
11 | টুইটার ব্যবহারকারী প্লেপজএনস্টপ স্বীকার করেছেন যে হাইতির উপর তোলা সকল দৃশ্য দেখে তিনি খুব ভয় পেয়েছেন [রুশ ভাষায়]। | Su twitter playpausenstop ammette [ru] di essere troppo spaventato per guardare le immagini che arrivano da Haiti. |
12 | ব্লগার মাগসুপগাস এই ভূমিকম্পের সাথে আর্মেনিয়ায় সংঘটিত হওয়া অন্যতম এক ভূমিকম্পের তুলনা করেছেন [রুশ ভাষায়]। | Il blogger mgsupgs ha paragonato [ru] il terremoto di Haiti a quello di Spitak, Armenia, del 1988 [in]. |
13 | এটি ১৯৮৮ সালে দেশটির স্পিটাক নামক এলাকায় সংঘটিত হয় [ইংরেজী ভাষায়]। | |
14 | তিনি যুক্তি দেখান যে, ভবন নির্মাণের আদর্শকে যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রচণ্ড ক্ষতি হয়েছে। | Secondo lui l'enorme numero di morti è di certo dovuto allo scarso livello delle norme edilizie. |
15 | ব্লগার প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ঘটনা সংঘটিত হবার অনেক আগে থেকে প্রস্তুতি নেবার কথা বলেন, বিশেষ করে বিপর্যয়ের ক্ষেত্রে সঠিকভাবে ভবন নির্মাণের গুরুত্ব দেবার কথা বলেন। | Il blogger dice che c'è bisogno di prepararsi ai disastri con molto anticipo, a partire dall'attenzione che va prestata alla qualità dei fabbricati. |
16 | প্রাক্তন সোভিয়েত আমলে নির্মিত ভবনের ক্ষেত্রে নির্মাণের আদর্শ গুণাবলী না মানা এক ব্লগের এলজে ব্যবহারকারী জারমানইচের জন্য এক আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় [রুশ ভাষায়]। | E sul blog dell'utente di LiveJournal germanych [ru] si è acceso anche il tema dell'inadeguatezza delle norme edilizie nelle ex repubbliche sovietiche. |
17 | কিছু ব্লগারের কাছে ভূমিকম্প প্রকৃতির শক্তিকে অনুভব করার এক বিষয় বলে বিবেচিত হয়েছে। | Per alcuni blogger il terremoto è stata occasione per fare considerazioni sulla forza della natura. |
18 | যেমন এলজে ব্যববহারকারী হিলারিওস লিখেছেন [রুশ ভাষায়]: | Su LiveJournal Hilarios, per esempio, ha scritto [ru]: |
19 | মানুষ প্রকৃতিকে যতই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুক না কেন, এই সব প্রচেষ্টা সব সময় ব্যর্থ হয়েছে। | Benché l'umanità si impegni al massimo per cercare di dominare la natura, i suoi tentativi falliscono invariabilmente. |
20 | প্রচুর জ্ঞান লাভ এবং বিশাল সম্পদ অর্জনও প্রকৃতির উন্মত্ত বিপর্যয়ের সামনে কিছুই না। | Di fronte alla furia di certi disastri, non possono nulla neanche enormi conoscenze e risorse colossali. |
21 | অন্য ব্লগাররা সেখানে যা ঘটেছে, সেই পরাবাস্তবতার ছবি দেখে আতঙ্ক অনুভব করেছেন। | Fra i blogger c'è stato anche chi ha evidenziato gli aspetti più surreali della sciagura. |
22 | ভ্লাদিমির মিলোভ (ওরফে এল জে ব্যবহারকারী ভি-মিলভ) লিখেছেন [রুশ ভাষায়]: | Così ha scritto [ru] Vladimir Milov (su LiveJournal come v-milov): |
23 | পোর্ট-অ-প্রিন্সের বিধ্বস্ত রাষ্ট্রপতি ভবন দেখে মনে হল আরেকটি মহাবিপর্যয়ের উপর নির্মিত হলিউডের চলচ্চিত্র কেবল পর্দা থেকে সরে গেল। | |
24 | আপনারা কি “ডাই হার্ড ৪” নামের হলিউডি ছবিটির কথা স্মরণ করতে পারেন, আমি মনে করি যেখানে একই সময়ে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডি. সির অনেক ভবন ধ্বংস হয়ে যায়? | Le immagini del palazzo presidenziale distrutto a Port-au-Prince ricordano uno di quei film apocalittici che simulavano la distruzione del Campidoglio a Washington, D.C. Ve lo ricordate? |
25 | এবং -এখানে হাইতিতে তা বাস্তবে ঘটল। | E questa invece è realtà. |
26 | এন্টন মালিয়ভাস্কি (ওরফে এলজে ব্যবহারকারী মালিয়াভাস্কি) সঠিকভাবে বলেছেন [রুশ ভাষায়] যে লোকজনের স্বভাব হচ্ছে যখন হাইতিতে খারাপ কিছু ঘটে, তখন তা নিয়ে চিন্তা করে: | Anton Maliavski (su LiveJournal maliavski) ha giustamente sottolineato [ru] che in genere si tende a pensare ad Haiti solo quando vi accade qualcosa di brutto: |
27 | আধুনিক রাষ্ট্রের মধ্যে আমি মনে করি, খারাপ সংবাদ তৈরির ক্ষেত্রে হাইতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। | Fra gli stati del mondo contemporaneo credo che Haiti batta il record delle brutte notizie. |
28 | সাধারণত হাইতি প্রায়শ খবর হয়ে আসে, কিন্তু তার বেশিরভাগই খারাপ সংবাদ। | Di notizie da Haiti ce ne sono poche, ma quando arrivano sono sempre cattive. |
29 | সাম্প্রতিক দশকে লোকজন এই ক্রান্তিয় অঞ্চলের এক আনন্দে মেতে থাকা জাতীর দেশটিকে মনে রেখেছে ভীতিকর সব ঘটনা ঘটার কারণে। | Quest'isola tropicale abitata da una popolazione gioiosa, negli ultimi decenni è stata ricordata solo per fatti terrificanti. |
30 | প্রথমত দেশটির নাম উঠে আসে তার বিবর্ণ স্বৈরশাসক দ্যুভলিয়রের কারণ (তিনি প্রথমেপাপা ডক [ইংরেজী ভাষায়] নামে পরিচিত ছিলেন, পরে তিনি বেবি ডক [ইংরেজী ভাষায়] নামে পরিচিত হন), এর পর দেশটি আরিষ্টিডের [ইংরেজী ভাষায়] হাতে চলে যায়। | Prima la dittatura dei foschi Duvalier (padre, Papa Doc [in] e figlio Baby Doc [in]), poi il regno di Aristide il posseduto [in], poi il colpo di stato, gli eccidi, il fermento civile permanente, e così via. |
31 | অভ্যুত্থান, গণহত্যা, স্থায়ী গণঅসন্তোষ, ইত্যাদি, সমস্যা যেন দেশটিতে লেগে আছে। | Il tutto associato alla povertà assoluta della sua gente. |
32 | আর এখন, এক ভুমিকম্প আঘাত হেনেছে। | E adesso, il terremoto. |
33 | […] হাইতিকে নিয়ে যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে সেগুলোর শেষ পরিণত ভাল নয়। | […] Anche i film ambientati ad Haiti non vanno mai a finir bene. |
34 | “দি কমেডিয়ান” [ইংরেজী ভাষায়] যা বার্টন এবং টেইলর কে নিয়ে নির্মিত [ইংরেজী ভাষায়], চার্লটন রাম্পলি অভিনিত “হেডিং সাউথ”- [ইংরেজী ভাষায়],সবগুলো ছবিতে ব্যর্থ প্রেম, মৃত্যু এবং হানাহানির কাহিনী। | In “The Comedians” [in] con Richard Burton e Liz Taylor [I Commedianti (it)] e “Heading South” [in] con Charlotte Rampling [Verso Sud (it)] - delusioni d'amore, morte e violenza sono all'ordine del giorno. |
35 | আমি সত্যিই তাদের জন্য দু:খিত। | Sono veramente dispiaciuto per questa gente. |
36 | এটা পরিষ্কার নয়, কি ভাবে এই দেশটিকে সাহায্য করা যায়। | E non si capisce come si possa aiutarlo questo paese. |
37 | তবে সাধারণভাবে বলা যায়, এটাও পরিষ্কার নয় যে, কি ভাবে রাশিয়াকে সাহায্য করা যেতে পারে, যথারীতি একই অবস্থা…স্পেলবাউন্ডের মত। মালি. | Se è per questo, non si capisce neanche come si faccia ad aiutare la Russia… vittime di un incantesimo |
38 | রু ব্যবহারকারী ইলেকোরোস্টেলের চিন্তাপূর্ণ মন্তব্য করেছেন [রুশ ভাষায়]: | Questa la riflessione dell'utente elekorostele [ru]: |
39 | এটা এক আতঙ্কের সৃষ্টি করে…. যখন আপনি বুঝতে পারবেন, প্রতিদিন আপনি কতটা প্রকৃতির খামখেয়ালীপনার উপর নির্ভরশীল। | Terrificante… È uno di quei momenti in cui ti rendi conto come certe preoccupazioni quotidiane siano proprio facezie. |