# | ben | ita |
---|
1 | বাংলাদেশঃ স্বপ্নরথ, বস্তির শিশুদের জন্য এক স্কুল | |
2 | স্বপ্নরথের লোগো, তৈরী করেছেন কলকাতার দিপাংশু পাল। | Bangladesh: scuola per i bambini degli slum |
3 | অনুমতিক্রমে প্রকাশিত বাংলাদেশের রাজধানী ঢাকায়, যখন প্রতিদিন কিছু ছেলেমেয়ে স্কুলে যওয়ার জন্য রাস্তায় বের হয়, তখন আরেক দল শিশু জাতীয় সড়কে নেমে পড়ে, জীবনের জন্য। | A Dhaka, capitale del Bangladesh, quando la mattina un gruppo di bambini lascia le proprie case per andare a scuola, un altro gruppo va in strada per lavorare. |
4 | এই সব রাস্তা তাদের জন্য জীবিকার একটা উপায়। | Per loro la strada rappresenta un'opportunità per guadagnarsi da vivere. |
5 | এদের কেউ পথে আবর্জনা কুড়ায়, কেউ কেউ বিক্রি করে নানাবিধ পণ্য, যার মধ্য চা ও সিগারেট অন্যতম। | Alcuni di questi bambini raccolgono la spazzatura, altri vendono oggetti vari, fra i quali tè e sigarette. |
6 | এই সব শিশুদের অনেকের জন্য স্কুল একটা স্বপ্নের জায়গা। | Il logo di Swapnorath, disegnato da Dwipangsu Paul, di Calcutta |
7 | এই সব শিশুরা যে সমাজে বাস করে সেখানে স্বপ্ন ও বাস্তবতার দূরত্ব অনেক। তবে এ রকম কিছু শিশুদের স্বপ্ন পুরণে এগিয়ে এসেছে একদল তরুণ। | Per questi bambini la scuola è qualcosa di irraggiungibile, qualcosa che possono solo sognare, perché nel posto dal quale provengono esiste un enorme divario fra i loro sogni e la dura realtà della vita di tutti i giorni. |
8 | সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তারা একটি স্কুল চালু করেছে, যার নাম “স্বপ্নরথ”। | Tuttavia un gruppo di ragazzi si è preso la responsabilità di realizzare i sogni di almeno alcuni di questi bambini. |
9 | স্বপ্নরথের স্বপ্নদ্রষ্টা শামিমা নার্গিস শিমু, তার ছাত্রছাত্রীর সঙ্গে। | Hanno avviato una scuola per i bambini svantaggiati degli slum. La scuola, molto giustamente, si chiama “Shawpno Rath” (La Carrozza dei Sogni). |
10 | ছবি স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া। অনুমতিক্রমে প্রকাশিত | Shamima Nargis Shimu, la ‘Sognatrice in capo' di Shawpno Rath, con i suoi alunni. |
11 | যে ভাবে যাত্রা হল শুরুঃ | Così ha avuto inizio il loro viaggio: |
12 | অফিসে আসার পথে একটি মেয়ে প্রতিদিন কিছু শিশুকে দেখতে পেত, যারা রাস্তায় আবর্জনার বাক্সে কি যেন অনুসন্ধান করছে। | Una ragazza, andando in ufficio, notava abitualmente dei bambini che cercavano qualcosa fra i cumuli di spazzatura. |
13 | মেয়েটার মনে হত তারা যেন সেখানে স্বপ্নের সন্ধান করছে। | Sentì che forse stavano cercando un sogno. |
14 | তাদের জন্য কি করা যায় তাই নিয়ে সে তার সহকর্মী এবং বন্ধুদের সাথে আলাপ করল। | Decise di fare qualcosa per loro, e ne parlò con amici e colleghi. |
15 | প্রথমে ঠিক করা হল, সপ্তাহে তারা একদিন এইসব শিশুদের একবেলা খাওয়াবে এবং তাদের কোথাও বেড়াতে নিয়ে যাবে। | Per prima cosa decisero che una volta a settimana avrebbero fornito ai bambini un pasto, e poi li avrebbero portati a fare un giro divertente in qualche posto vicino. |
16 | স্বপ্নরথের যাত্রা শুরুর আলোচনা শুরু হয় চন্দ্রিমা উদ্যানে, ছবি স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া। | A Chandrima park si discute l'inizio del viaggio di Shawpno Rath. |
17 | অনুমতিক্রমে প্রকাশিত | Immagine tratta dalla loro pagina Facebook. |
18 | কোন অফিসে নয়, একটা উদ্যানে এই নিয়ে আলোচনা এবং কাজ শুরু করা হয়: | Di questa iniziativa si è cominciato a parlare non in un ufficio, bensì in un parco, il Chandrima Udyan: |
19 | আর এর জন্য বেছে নেওয়া হল চন্দ্রিমা উদ্যানকে। কারণ এই পার্ক অনেক শিশুর কর্মস্থল। | E per questa discussione abbiamo scelto il parco Chandrima Udyan, visto che era il luogo di lavoro di molti di questi bambini. |
20 | এরা সবাই, পার্কে বেড়াতে আসা নাগরিক কিংবা প্রেমিক প্রেমিকার কাছে ফুল, চকলেট, বাদাম, চা, সিগারেট ইত্যাদি বিক্রি করে। | Tutti loro erano impegnati a vendere fiori, cioccolatini, noccioline, tè, sigarette, etc, a giovani coppie a altre persone che visitavano il parco. |
21 | এই উদ্যোগে ভালোই সাড়া পাওয়া গেল। | Abbiamo avuto una buona risposta alla nostra iniziativa. |
22 | দিনে দিনে শিশুর সংখ্যা বাড়তে শুরু করল। | Il numero dei bambini continuava a crescere giorno dopo giorno. |
23 | সপ্তাহের একটি শনিবারে এদেরকে গল্প শোনানোর জন্য নিয়ে আসা হত বই, তারা কেবল নেড়ে চেড়ে দেখত। | Tutti i sabati portavamo libri per leggere loro delle storie. I bambini erano entusiasti e scorrevano le pagine, non sapendo leggere. |
24 | বইয়ের জগতে ঢুকতে গেলে যে শিক্ষা লাগে, আর শিক্ষার জন্য লাগে কিন্তু তাদের জন্য স্কুল যে ভিন্ন এক পথের যাত্রা। | Per potere leggere avrebbero avuto bisogno di un'istruzione, e per l'istruzione avrebbero avuto bisogno della scuola; la scuola era un viaggio lungo un cammino diverso dal loro. |
25 | তাই তারা কেবল অক্ষর আর ছবিতে হাত রাখত। | Così si dovevano accontentare di sfogliare le pagine, toccando le immagini e le parole. |
26 | পড়ার প্রতি শিশুদের উৎসাহ দেখে এই সব তরুণেরা একটি স্কুল করার উদ্যোগ নিল, ঠিক করা হল এই স্কুলের নাম হবে স্বপ্নরথ। | Vedendo l'entusiasmo di questi bambini per la parola scritta, il gruppo di giovani decise di avviare una scuola per loro. Scelsero un nome per la scuola: Shawpno Rath (La Carrozza dei Sogni). |
27 | গাছের তলায় স্কুল! | Una scuola sotto un albero |
28 | আনুষ্ঠানিক ভাবে একটা স্কুল চালু করতে গেলে, ভবন, বই খাতা, মাস্টার, ডাস্টার, এবং আর লাগে ছাত্রছাত্রী। | Per aprire una scuola tradizionale, sono necessarie molte cose: un edificio scolastico, aule, libri, quaderni, insegnanti, lavagne, cancellini e alunni. |
29 | কিন্তু এই স্কুলের ক্ষেত্রে নিয়মের সবটা মানা গেল না। | Per questa scuola, tuttavia, non si potevano soddisfare tutte le condizioni. |
30 | উদ্যানের কোন গাছের নীচে প্রতি শনিবার স্কুল বসত। | Ciononostante tutti i sabati si tenevano lezioni sotto un albero nel parco. |
31 | ছাত্রছাত্রীরা তাদের কাজ ফেলে চলে আসত স্কুলে। যদিও স্কুলে সময় দেওয়াটা তাদের জন্য ছিল এক আর্থিক ক্ষতি। | I bambini lasciavano il loro lavoro e assistevano alle lezioni, sebbene questo per loro significasse ottenere minori guadagni. |
32 | কিন্তু এই শিক্ষালাভে তাদের আনন্দ ছিল অসীম। | Amavano moltissimo le lezioni. |
33 | ধীরে ধীরে স্কুলে শিক্ষার্থীর সংখ্যাটা বাড়তে শুরু করল। | Il numero degli studenti iniziò a crescere gradualmente. |
34 | যার ফলে এবার প্রয়োজন হয়ে পড়ল একটা ভবনের। | E presto fu chiara la necessità di trovare un'aula. |
35 | নতুন ক্লাশরুম ও বই-খাতা হাতে শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীরা। | Gli alunni con gli insegnanti e i libri nella loro nuova aula. |
36 | ছবি স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া। | Immagine tratta dalla pagina Facebook del gruppo. |
37 | অনুমতিক্রমে প্রকাশিত। | La scuola cambia indirizzo. |
38 | নতুন ঠিকানায় স্কুল! চন্দ্রিমা উদ্যান থেকে স্কুলটিকে নিয়ে আসা হল মীরপুর ১০ নাম্বারে। | La scuola fu spostata fuori dal parco Chandrima Udyan e stabilita al numero 10 di Mirpur Road, dove venne affittata una stanza allo scopo. |
39 | এখানে একটি বাসার একটি কামরা নিয়ে শুরু হল স্কুলের যাত্রা। এখন এরা কেবল শনিবার নয়, সপ্তাহে পাঁচদিন স্কুল খোলা। | Qui la scuola rimaneva aperta cinque giorni a settimana, e gli studenti iniziarono ad assistere alle lezioni in modo regolare. |
40 | নিয়মিত স্কুলে আসে ছাত্রছাত্রীরা। | La scuola iniziò con 30 allievi e 2 insegnanti. |
41 | ৩০ জন ছাত্রছাত্রী এবং দুজন শিক্ষিকা নিয়ে স্বপ্নরথ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু। | |
42 | ক্রমশ ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, যারা সবাই সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণী থেকে আগত। এদের সবার বাসা বস্তিতে। | Il numero degli studenti continuava a crescere via via che sempre più bambini di famiglie povere degli slum vicini si univano alle lezioni. |
43 | স্বপ্নরথের শিশুদের নববর্ষ উদযাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন। | |
44 | ছবি স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া। | Allievi della Shawpno Rath festeggiano Capodanno. |
45 | অনুমতিক্রমে প্রকাশিত। | Immagine tratta dalla pagina Facebook del gruppo. |
46 | স্বপ্নরথ একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রও বটে। | Shawpno Rath - una scuola anche per adulti |
47 | শিশুদের স্কুলে যেতে দেখে অনেক বয়স্ক নাগরিক ভাবে, আহ যদি আমিও এদের মত স্কুলে যেতে পারতাম। | Vedendo i propri bambini andare a scuola, anche alcuni genitori iniziarono a volere approfittare dell'opportunità per farsi un'istruzione scolastica. |
48 | স্বপ্নরথ নামক স্কুলটি কেবল ছোটদের জন্য নয়, বড়দের শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। | Così Shawpno Rath iniziò ad ampliare la propria attività, includendo anche l'istruzione per gli adulti. |
49 | বর্তমানে স্কুলটিতে, ২০ জন বয়স্ক ছাত্রছাত্রী আছে, যারা শৈশবে স্কুলে যেতে পারেনি। এই ছবিটি স্বপ্নরথের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে। | Al momento, la scuola ha 20 studenti adulti, che durante la loro infanzia non hanno avuto la possibilità di andare a scuola. |
50 | ছবি রেমন্ড হাবিবুরের, স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া এই ছবি অনুমতিক্রমে প্রকাশ করা হল। | Questa immagine rappresenta l'idea di Shawpno Rath come un facilitatore, un aiuto. |
51 | স্বপ্নরথের লক্ষ্য! | Fotografia di Raymond Habibur. |
52 | ফেসবুকের পাতায় স্বপ্নরথ নিজের উদ্দেশ্য সম্বন্ধে বলছেঃ | Tratta dalla pagina Facebook del gruppo. Gli ideali di Shawpno Rath |
53 | স্বপ্ন রথ হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। | Sulla sua pagina Facebook [en], Shawpno Rath parla dei suoi ideali e dei suoi obiettivi: |
54 | এর উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষা এবং স্বাস্থ্যগত উন্নয়ন। | |
55 | আমাদের মত বেশীরভাগের নাগরিকের জীবনে মৌলিক চাহিদাগুলোকে নিশ্চিত করা হয়েছে, আর সেগুলো হচ্ছে, খাদ্য, পানি, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবার। | “Shawpno Rath” è un'organizzazione non-profit fondata nel 2010 con l'idea di migliorare le condizioni scolastiche e di salute dei bambini svantaggiati del nostro Paese. |
56 | কিন্তু আমাদের দেশে এমন লক্ষ লক্ষ শিশু আছে যারা এই সব মৌলিক চাহিদা বঞ্চিত, যাদের ভবিষ্যতের কোন আশা নেই। | La maggior parte di noi dà per scontati i bisogni primari della vita: cibo, acqua, riparo, salute, istruzione e famiglia. |
57 | আমাদের লক্ষ্য দেশ জুড়ে দরিদ্র শিশুদের জন্য জীবনের এই সমস্ত প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা এবং সংযুক্ত এক উন্নয়নের প্রতি মনোযোগ প্রদান করে দারিদ্র্যের মূলে যে সমস্ত বিষয় সেগুলোর পরিমাণ কমিয়ে আনা। | Ma nel nostro Paese ci sono milioni di bambini che non hanno questi beni essenziali, che non hanno nessuna speranza per il futuro: il nostro obiettivo è aiutare a soddisfare i bisogni primari dei bambini poveri in tutto il Paese e concentarsi sullo sviluppo integrale per ridurre le cause della povertà. |
58 | স্বপ্নরথের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি স্বপ্নরথের ফেসবুকের পাতা থেকে নেওয়া। | Gli studendi di Shawpno Rath partecipano a un concorso di disegno. |
59 | অনুমতিক্রমে প্রকাশিত। | Immagine tratta dalla pagina Facebook del gruppo. |
60 | স্বপ্নরথের স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। | L'ideale di Shawpno Rath è quello di un Bangladesh senza più povertà. |
61 | সেই লক্ষ্য তারা কেবল যাত্রা শুরু করেছে, কারণ তারা জানে তাদের যেতে হবে অনেক দুর। | Hanno iniziato il viaggio con questa idea, sapendo perfettamente che la strada sarà lunga. |