# | ben | ita |
---|
1 | মিশর: বিপ্লব চলাকালীন সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেবার কারণে মুবারককে জরিমানা করা হয়েছে | |
2 | আমাদের এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা বিশেষ কাভারেজের অংশ। | Egitto: tribunale egiziano multa Mubarak per il blocco di internet del gennaio scorso |
3 | মিশরীয় এক আদালত মিশরের বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারক এবং তার সহযোগী কয়েকজন কর্মকর্তাকে ৫৪০ মিলিয়ন মিশরীয় পাউন্ড (৯০ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে। মূলত বিপ্লবের সময় ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা বিচ্ছিন্ন করে দেবার কারণে তাকে এই জরিমানা করা হয়। | Il 28 maggio 2011 un tribunale egiziano ha condannato l'ex Presidente egiziano Hosni Mubarak e altri funzionari a pagare una multa di 540 milioni di sterline egiziane (circa 62 milioni di euro) per aver impedito l'accesso a Internet e alle linee telefoniche cellulari durante la rivoluzione che ha rovesciato il suo regime. |
4 | এই বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়। | |
5 | তার এই বিচারের রায় আজকে ঘোষনা করা হয়। রয়টারের সংবাদ অনুসারে, মিশরের প্রশাসনিক আদালত মিশরের জাতীয় অর্থনীতির ক্ষতি করার কারণে মুবারককে ২০০ মিলিয়ন পাউন্ড, প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে ৪০ মিলিয়ন পাউন্ড এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে ৩০০ মিলিয়ন পাউন্ড জরিমানা করে। | Secondo l'agenzia di stampa Reuters [en, come tutti i link tranne ove diversamente segnalato], il tribunale amministrativo ha multato Mubarak per 200 milioni di sterline egiziane, l'ex primo ministro Ahmed Nazif per 40 e il precedente Ministro degli Interni Habib al-Adly per 300 a causa dei danni che il blocco ha provocato all'economia nazionale. |
6 | প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারক। | L'ex Presidente egiziano Hosni Mubarak. |
7 | ছবি এজেন্সিয়াও ব্রাজিল-এর (ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এট্রিবিউশন ২. | Immagine di Agência Brasil (licenza Creative Commons Atribuição 2.5 Brasil). |
8 | ৫ ব্রাজিল অনুসারে ব্যবহার করা হয়েছে) যখন মিশরে মুবারক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, তখন তার প্রেক্ষাপটে প্রথম ২৫ জানুয়ারিতে সেখানে টুইটার বন্ধ করে দেওয়া হয়। | Il regime di Mubarak, all'inizio delle proteste, aveva prima impedito l'accesso a Twitter [it] il 25 gennaio 2011, a Facebook [it] il 26, per spegnere completamente i collegamenti Internet [it] il 28. |
9 | এরপর ২৬ জানুয়ারিতে ফেসবুক এবং ২৮ জানুয়ারিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। | |
10 | এই ঘটনার প্রেক্ষাপটে আসা কয়েকটি নাগরিক প্রচার মাধ্যমের প্রতিক্রিয়া। | Riportiamo qui alcune reazioni apparse sui citizen media. |
11 | টুইটারে সংযুক্ত আরব আমিরাতের প্রাবন্ধিক সুলতান আল কাসেমি সংবাদ প্রদান করছে: | Il cronista degli Emirati Arabi Sultan Al Qassemi scrive su Twitter: |
12 | আল জাজিরাঃ মিশর: বিপ্লব চলাকালীন সময় ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করার কারণে মুবারককে ৯০ মিলিয়ন মার্কিন ডলার জরিমান করে হয়েছে। | Al Jazeera: Egitto: Mubarak multato per 90 milioni di dollari per aver disconnesso Internet e le linee di telefonia mobile durante la rivoluzione. |
13 | #জান২৫ | #Jan25 |
14 | এই জরিমানায় বেশ কয়েকজন মিশরীয় তাদের মাথা চুলকাচ্ছে, তারা তাদের ক্যালকুলেটর হাতড়ে বেড়াচ্ছে এই হিসাব বের করার জন্য যে, এই জরিমানার অর্থ গ্রাহকদের কাছে পৌঁছবে কিনা। | Alcuni tweet egiziani reagiscono con perplessità alla multa, mente altri hanno preso in mano la calcolatrice per capire se una parte del bottino ricadrà sugli abbonati delle compagnie telefoniche. |
15 | মোহাম্মদ হামদাই প্রশ্ন করেছে: | Mohammed Hamdy chiede [ar]: |
16 | এই ৯০ মিলিয়ন ডলার থেকে আমরা কত টাকা পাব? | Quanto ci arriva dei 90 milioni? |
17 | এর মানে হচ্ছে সে সময় আমাদের যে ক্ষতি হয়েছে কোম্পানীগুলোকে অবশ্যই তার ক্ষতিপুরণ প্রদান করা উচিত, নাকি তারা এই অর্থ নিজেদের পকেটে পুরে ফেলবে? | Voglio dire, le compagnie dovranno risarcire il danno, o si prenderanno tutti i soldi? Mohammed Yousif, il cui nickname su Twitter è @JawazSafar, aggiunge: |
18 | মোহাম্মেদ ইউসুফ, যে @জাওয়াজসফরকে টুইট করেছে, সে যোগ করেছে: | La sentenza contro Mubarak sembra determinata da ragioni finanziarie. |
19 | মনে হচ্ছে অর্থনৈতিক কারণে মুবারককে শাস্তি প্রদান করা হচ্ছে, খুন এবং জরুরী সাহায্য চাওয়ার ব্যবস্থা বন্ধ করার কারণে তার বিচার হওয়া উচিত। #ইজিপ্ট | Dovrebbe essere giudicato anche per la compiacenza dimostrata verso alcuni casi di omicidio e per aver impedito ai servizi di soccorso di prestare aiuto #Egypt |
20 | মিশরের এক আইনজীবী এবং আরবের মানবাধিকার তথ্য যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান গামাল ঈদ যোগ করেছে: | L'avvocato egiziano Gamal Eid, direttore esecutivo del Network Arabo per l'Informazione sui Diritti Umani (ANHRI), fa notare [ar]: |
21 | আমাদের মামলা ছিল টেলি যোগাযোগ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে তারা মিশরীয় প্রতিবাদকারীদের খুনের সহযোগী। | Abbiamo sporto denuncia contro le compagnie telefoniche, che accusiamo di complicità nell'uccisione di alcuni manifestanti egiziani, a meno che non siano in grado di dimostrare la loro innocenza. |
22 | ততক্ষণ পর্যন্ত তাদের উপর এই অভিযোগ বজায় থাকবে, যতক্ষণ না তারা তথ্য প্রমাণ সহ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। | |