# | ben | ita |
---|
1 | চীনঃ ফেটে যাওয়া তরমুজ কি নিরাপদ? | Cina: sono davvero sicuri i cocomeri “esplosivi”…? |
2 | কয়েক মাস আগে চীনের স্থানীয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে যে চীনের জিয়াংশু প্রদেশে “ তরমুজ ফেটে যাওয়ার” সমস্যা দেখা দিয়েছে। মূলত মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করার কারণে এই সমস্যা দেখা দিছে। | La provincia cinese dello Jiangsu è stata al centro dell'attenzione dei media quando, pochi mesi fa, è stato reso noto che i suoi agricoltori erano stati interessati dal problema dei “cocomeri esplosivi”, dovuto all'eccessivo impiego di prodotti chimici. |
3 | ৫ জুলাই, ২০১১ তারিখে কৃষি মন্ত্রণালয় ঘোষণা দেয় [চীনা ভাষায়] যে, রাসায়নিক ভাবে উৎপাদিত তরমুজ নিরাপদ, কারণ সে সব তরমুজে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব কম। | Il 5 luglio 2011, il Ministero dell'Agricoltura ha dichiarato [zh, come tutti i link tranne ove diversamente segnalato] che il potenziatore di crescita chimico per i cocomeri è sicuro, visto il basso livello di residuo tossico rilevato. |
4 | মন্ত্রণালয় একই সাথে ঘোষণা দেয় যে, যদি উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহার করা রাসায়নিক উপাদান নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তা সামগ্রিকভাবে পুরো কৃষিক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। | |
5 | চীনের পূর্বাংশে উৎপাদিত ফেটে যাওয়া তরমুজ পাওয়া যাচ্ছে হুটং-এর সংবাদ অনুসারে ফেটে যাওয়া তরমুজ চীনের পুংর্বাশে পাওয়া যাচ্ছে [চীনা ভাষায়]। | Il Ministero ha anche affermato che se in Cina l'utilizzo di prodotti chimici per la crescita fosse proibito, gli effetti si ripercuoterebbero sull'intero settore agricolo. |
6 | ক্ষেতে সেগুলোকে ফুলিয়ে বেলুনের মত করা হয়। | Cocomeri esplosivi nella Cina orientale |
7 | ফরক্লোরেফেনুরন নামের একটা উপাদান দিয়ে এই তরমুজ ফুলানো হয়। | Stando a quanto compare su Hutong, nel sommario delle notizie, i cocomeri sono esplosi nei campi come palloncini. |
8 | এই রাসায়নিক উপাদানটি যুক্তরাষ্ট্রেও বৈধ। এ ভাবে কোন ফলকে আকারে বড় করার উপাদান ফলের গন্ধকে যেহেতু নষ্ট করে ফেলে, কৃষকরা একই সাথে ফলকে মিষ্টি এবং রং করার কাজে রাসায়নিক উপাদান ব্যবহার করে। | Il potenziatore di crescita coinvolto nella vicenda è il forchlorfenuron [en], legale anche negli Stati Uniti; poichè questo potenziatore di crescita priva il frutto del suo sapore, gli agricoltori hanno dovuto “arricchire” i cocomeri con dolcificanti e coloranti chimici. |
9 | কৃষি মন্ত্রণালয়ের মতে তরমুজকে অভিযুক্ত করা যাবে না। | Il Ministero che si occupa di agricoltura invita a non incolpare i cocomeri |
10 | এই বিষয়ে ওয়েবোতে কাইজিং এর সংবাদ [চীনা ভাষায়]: | Ecco il sommario del resoconto di Caijing su Weibo: |
11 | [কৃষি মন্ত্রণালয়: তরমুজকে ফোলানোর জন্য যে সব উপাদান ব্যবহার করা হয়, তাতে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব সামান্য এবং তা মানবদেহের জন্য নিরাপদ] ৫ জুলাই, “ তরমুজ ফেটে যাবার ঘটনায়” সরকারী কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেছে। | [Il Ministero dell'Agricoltura: il livello di tossicità del potenziatore di crescita dei cocomeri è basso, e quindi sicuro] Il 5 luglio il funzionario del Ministero dell'Agricoltura ha dato risposte ufficiali all'ormai noto “incidente del potenziatore di crescita dei cocomeri”. |
12 | তারা বলছে যে, তরমুজকে আকারে বড় করার জন্য যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তাতে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব সামান্য। | E' stato affermato che il livello del residuo tossico del potenziatore si mantiene molto basso; se gli agricoltori, nell'utilizzarlo, seguiranno le istruzioni di dosaggio, non si prevedono problemi per la sicurezza del cibo. |
13 | যদি কৃষকরা তাতে পরিমাণ মত উপাদান মেশায়, তাহলে সেই ফল শরীরে জন্য ক্ষতিকর হবে না। | Se venisse proibito l'uso del potenziatore di crescita, l'intero settore agricolo subirebbe ripercussioni. Il resoconto dettagliato è disponibile qui: http://t.cn/apCbAA |
14 | যদি এই উপাদান নিষিদ্ধ করে ফেলা হয়, তাহলে তা সমগ্র কৃষির জন্য তা ক্ষতিকর। এর বিস্তারিত সংবাদ আপনারা এখানে পাবেন। | Il comunicato ufficiale del Ministero non è riuscito a ridare fiducia ai consumatori; al contrario, i netizen sono scettici di fronte alla mancanza di regolamentazione per l'impiego di additivi sui cocomeri. |
15 | [চীনা ভাষায়] | Il cocomero di plastica |
16 | কৃষি মন্ত্রণালয়ের এই বিবৃতি ভোক্তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেনি। | |
17 | তরমুজের ভেতরে কি কি ধরনের রাসায়নিক উপাদান প্রয়োগ করা হচ্ছে তা যাচাই করার জন্য কোন নীতিমালা না থাকায় নেট নাগরিকরা এক্ষেত্রে তাদের সংশয় প্রকাশ করেছে। | L'ultimo scandalo riguarda la scoperta, avvenuta nella città di Jinan, di materiale plastico all'interno di un cocomero; di seguito è visibile uno spezzone di un notiziario televisivo che mostra l'aspetto di un cocomero di plastica: |
18 | প্লাস্টিক তরমুজ | div class=”Video da Youtube” style=”text-align: center;”/div |
19 | সম্প্রতি জিনান শহরে তরমুজের ভেতরে প্লাস্টিক পাওয়ার মত এক কেলেঙ্কারিজনক ঘটনা ঘটেছে। | I netizen, inoltre, hanno letto tra le righe del comunicato emesso dal Ministero dell'Agricoltura, e lo criticano accusandolo di irresponsabilità. |
20 | নীচে একটি টেলিভিশনের সংবাদ জানাচ্ছে প্লাস্টিক তরমুজ দেখতে কেমন: | Ecco una serie di commenti (tradotti) dal thread di Sina su Weibo: |
21 | এ ছাড়াও কৃষি মন্ত্রণালয় যে বিবৃতি প্রদান করেছে যে, নেট নাগরিকরা তা পাঠ করেছে এবং দায়িত্বহীনতার জন্য তাদের সমালোচনা করছে। | @焦然blog: Il Ministero dell'Agricoltura si interessa solo della produzione agricola, di tutto il resto se ne frega; è una visione molto burocratica delle cose. |
22 | সিনা ওয়েবোর নিউজ থ্রেড থেকে পাওয়া কিছু মন্তব্যের অনুবাদ এখানে তুলে দেওয়া হল [চীনা ভাষায়] : | Può essere che alla fine arrivi nella vostra bocca il cibo che voi definite “sicuro”. |
23 | @焦然ব্লগ: কৃষি মন্ত্রণালয় কেবল কৃষিজাত পণ্য নিয়ে চিন্তিত এবং তারা অন্য সমস্যা নিয়ে মাথা ঘামায় না। | |
24 | এটা অনেক বেশি আমলাতান্ত্রিক। যাকে আপনারা “নিরাপদ খাদ্য” বলে অভিহিত করেছেন ঘটনাক্রমে তা আপনাদের মুখে যাচ্ছে। | Così, quando le gambe si distendono [intendendo il momento della morte], si può dare la colpa al soffocamento e non ad un avvelenamento mortale. |
25 | যখন আপনার পা চিরজীবনের জন্য সোজা হবে [মানে দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন], তখন আপনি বলবেন যে বিষের দ্বারা নয়, তার বদলে নিঃশ্বাস বন্ধ হয়ে আপনি এই দুনিয়া থেকে বিদায় নিতে চান।( | |
26 | ৬ জুলাই ১৩. | (6 luglio, 13:53) |
27 | ৫৩) @ডিকিউ肥龙: আমারদের সরকার খুব অশ্লীল (xxx)। | @DQ肥龙: Il nostro governo fa davvero schifo. |
28 | এই বিবৃতিটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করুন। সংবাদ সম্মেলন করে এই সমস্যার সমাধান করা যাবে না, তার বদলে পণ্য উৎপাদনের বিষয়টিকে স্থির করতে হবে। | Leggendo alla lettera il comunicato, è innegabile che ci sia tossicità; la questione in ballo è quella del livello di tossicità stesso. |
29 | এখন খাদ্য নিরাপত্তার চেয়ে কৃষিপণ্য উৎপাদন অনেক বেশি গুরুত্বপুর্ণ। | La conferenza stampa non serve ad affrontare il problema, ma a stabilizzare la produzione, la quale, evidentemente, è molto più importante della sicurezza alimentare. |
30 | এটাই হল মোদ্দা কথা ( ৬ জুলাই, ১৩. | Quella non dev'essere toccata, tutto qua. |
31 | ৪৮)। @林川-大脚八: আমি যা জানতে চাই তা হচ্ছে, আপনার প্রতিদিনের আর কোন কোন খাবারের মধ্যে কৃত্রিম উপাদান নেই? | (6 luglio, 13:48) @林川-大脚八: Voglio solo sapere quali sono, tra quelli che consumiamo quotidianamente, gli alimenti che non contengono additivi. |
32 | তরমুজ, আলু, শুকরের মাংস, মাছ বা চিংড়ি, এসবে সামান্য পরিমাণে হলেও কৃত্রিম রাসায়নিক উপাদান আছে। সেগুলো কি আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে না? | Se ce n'è un pochino nei cocomeri, ma anche nelle patate, nella carne di maiale, nel pesce e nei gamberetti, nella carne di pollo e di anatra, come può essere che queste sostanze non si accumulino nel nostro organismo? |
33 | @人民视点: ফলের আকার বৃদ্ধির উপাদান, প্রাণীদেহে যে হরমোন প্রবেশ করা হয় তার থেকে আলাদা, এর জন্য আতঙ্কিত হবার কোন কারণ নেই। | @人民视点: Il potenziatore di crescita vegetale è diverso dagli ormoni animali; non è il caso di farsi prendere dal panico. |
34 | আসলে এখানে কর্তৃপক্ষের কাছে এমন কিছু নেই যা দিয়ে তারা নিশ্চিত হতে পারে যে কৃষকরা পরিমাণে বেশি রাসায়নিক উপাদান ব্যবহার করছে। | Il problema vero, piuttosto, è che le autorità non hanno modo di garantire che gli agricoltori non eccedano nel dosaggio. |
35 | এটি হল আসল সমস্যা। (৬ জুলাই, ১১. | (6 luglio, 11:28) |
36 | ২৮)। @苏格拉秀: যদি কৃষিজাত পণ্যের পরিমাণ এবং আকারে বৃদ্ধি করা না যায়, তাহলে আমাদের সমস্যার মুখোমুখি হতে হবে? | @苏格拉秀: Dunque, senza potenziatore di crescita, la produzione agricola andrebbe in difficoltà? |
37 | কাজেই কৃষি পণ্যের আকারে বড় করা সূর্যের আলো আর এবং পানির চেয়ে গুরুত্বপুর্ণ? | Allora è più importante quello rispetto alla luce del sole o all'acqua? |
38 | গোল্লায় যাক কৃষি মন্ত্রণালয়!! | Che il Ministero dell'Agricoltura vada al diavolo!! |
39 | আমাদের সেই তাজা কৃষি ফিরিয়ে দাও! | E ci restituiscano prodotti agricoli rispettosi della natura! |
40 | ( ৬ জুলাই ১১. | (6 luglio, 11:20) |
41 | ২০) @গ্লোরিয়া ৯৮: এখন আর কেউ সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের বিশ্বাস করে না। … (জুলাই ১১. | @gloria98: Nessuno crede più a funzionari ed esperti, ormai… (6 luglio, 11:03) |
42 | ৩০) @小武ইয়েহ: এই মাইক্রোব্লগটি পুনরায় পোস্ট করুন: এখন সকল চীনা নাগরিকের শরীর ইস্পাতের মত। তারা যে কোন কিছু হজম করতে পারে। | @小武yeah: Ripubblicate questo microblog: Ogni cittadino cinese ha ormai un corpo d'acciaio, e può mangiare qualunque cosa; i leader non hanno nulla di cui preoccuparsi! |
43 | নেতাদের আর উদ্বিগ্ন হবার দরকার নেই! | |
44 | (৬ জুলাই ১০. ২১). | (6 luglio 10:21) |