Sentence alignment for gv-ben-20120321-23591.xml (html) - gv-ita-20120313-55938.xml (html)

#benita
1পুয়ের্টো রিকো: অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে অনলাইনে প্রচারণাPorto Rico: campagna online contro i parti cesarei non necessari
2পুয়ের্টো রিকোতে মার্চ মাসের প্রথম সপ্তাহে অপ্রয়োজনীয় সিজারিয়ান এই নামে প্রচারণার কাজ শুরু হয়, উদ্দেশ্য অধিক সংখ্যক সিজারিয়ান জন্ম বন্ধ করা: তাদের সিজারিয়ান অপারেশন অধিকাংশ পূর্ব নির্ধারিত যা চিকিৎসা শাস্ত্রের বিবেচনায় অপ্রয়োজনীয়।Cesareo inutile: è il nome di una campagna lanciata nella prima settimana di marzo a Porto Rico allo scopo di frenare l'alta percentuale di parti cesarei nella nazione, essendo molti di questi programmati e non dovuti a reali necessità mediche.
3ছবি ইউজিন লুকিনিন সিসিবাইGravidanza, di Eugene Luchinin su licenza CC
4এই প্রচারণায় হিপ হপ গানের ভিডিওতে মা দের কাছে আহবান জানানো হয়েছে সিজারিয়ান অপারেশনের করার সিদ্ধান্ত নেবার আগে প্রয়োজনীয় তথ্য জানতে হবে।La campagna si incentra su un video relativo a una canzone hip hop che intende sollecitare le future mamme a informarsi meglio prima di accettare un taglio cesareo quale procedura obbligatoria.
5প্রচারণার পাতা অনুসারে, পুয়ের্টো রিকোতে অর্ধেক সংখ্যক শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় যেখানে প্রসব পথ দিয়ে জন্মানোর পরিবর্তে মা দের তলপেট কেটে শিশুদের ভূমিষ্ঠ করানো হয়।Secondo la pagina dedicata alla campagna [es, come gli altri link tranne ove diversamente indicato], circa la metà dei neonati di Porto Rico nasce da tagli cesarei, in cui il neonato è partorito attraverso un'incisione all'addome e utero della madre, invece di nascere naturalmente attraverso un parto vaginale.
6জটিলতার কারণে মা অথবা শিশু যখন ঝুঁকির মধ্যে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে, বেশীর ভাগ সময়ই জীবন বাঁচানোর জন্য সিজারিয়ান অপারেশন কার্যকরী, ঐচ্ছিক সিজারিয়ান অপারেশন স্বাভাবিক প্রসবের চেয়ে মা ও শিশুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ ।I cesarei possono indubbiamente salvare la vita in molti casi in cui si presentino complicazioni tali da poter mettere a rischio la madre o il bambino; tuttavia i tagli cesarei elettivi [it] potrebbero anche sottoporre mamma e bambino a rischi ancora più alti di un parto naturale.
7হিপ-হপ ভিডিও প্রচারণায়, কিছু ডাক্তারকে দেখানো হয়েছে যে স্বাস্থ্যের চেয়ে সুবিধার জন্য স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষার চেয়ে সিজারিয়ান অপারেশন দ্বারা শিশুর জন্মের মাধ্যমে অধিক সংখ্যক মহিলাকে সেবা দিতে পারে।Nel video hip-hop della campagna, vi è un'immagine dei dottori che li riprende come se fossero spinti dalla convenienza più che da motivi di salute nella decisione di far nascere bambini attraverso tagli cesarei; questi ultimi vengono considerati un modo per trattare le donne in maniera più rapida piuttosto che lasciarle nell'attesa che la natura faccia il suo corso.
8প্রস্তাবিত সমাধান [স্প্যানিশ ভাষায়] হিসাবে, অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি যা প্রত্যাশিত মাকে রোগীতে পরিণত করে, তা দূর করার জন্য তারা অধিক সংখ্যক মানুষকে ধাত্রী হিসাবে প্রশিক্ষণের আহবান জানিয়েছে ।Come soluzione, si propone una maggiore formazione a carico puericultrici o ostetriche per assistere ai parti naturali, eliminando le inutili procedure mediche che fanno della madre in attesa una paziente.
9সিজারিয়ান বিরোধী আন্দোলনের প্রধান অঙ্গীকার হচ্ছে বৈধ ও আকর্ষণীয় মানবীয় প্রসব এর জন্য যুক্তিগ্রাহ্য প্রতিরোধ প্রচারণার মাধ্যমে পুয়ের্টেো রিকোর মহিলাদের ক্ষমতায়ন করা - যেখানে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার মুখোমুখি উচ্চ মাত্রার সিজারিয়ান অপারেশন এবং মা ও শিশুর অপ্রয়োজনীয় চিকিৎসার হস্তক্ষেপ।L'impegno principale di inne-CAESAREAN è la promozione del senso di legittimazione delle donne portoricane ad affrontare il grave problema della sanità pubblica, quest'ultimo rappresentato dall'alto tasso di tagli cesarei e interventi medici superflui per la madre e il bambino durante il parto. Per raggiungere tale obiettivo si punta a una convalidata, attuale e allettante campagna di prevenzione relativa all'umanizzazione del parto.
10ভিডিও নির্মাণে দেখা যাচ্ছে যে, গর্ভবতী মহিলা, মা, শিশু, পিতামাতা, ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী এবং আরও অনেকে ভিডিও প্রচারণার কাজে অংশ নেওয়ায় মাধ্যমে ৫০ জনেরও বেশী মানুষ এই প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়েছে।La preparazione del video mostra il processo che ha messo insieme oltre 50 persone per la sua registrazione, tra cui donne incinte, mamme, bambini, genitori, studenti, professionisti della salute e molti altri.