# | ben | ita |
---|
1 | চীন, দূষণ আর ক্যান্সার আক্রান্ত গ্রাম | Cina: inquinamento e villaggi del cancro |
2 | চীনের সবচেয়ে বড়ো ইন্টারনেট ব্যবসায়ীদের একজন ম ইয়ান। | |
3 | তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, যত টাকা খরচ করা হোক না কেন, দূষণজনিত কারণে ক্যান্সারের আক্রান্ত হওয়া থেকে চীনের মানুষদের কেউ রক্ষা করতে পারবে না। | |
4 | তার এই সতর্কবাণী ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। | |
5 | এদের অনেকেই দেশের বায়ুদূষণ, পানিদূষণ এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক রয়েছেন। | L'importante imprenditore cinese Ma Yun [en], ha avvertito che nessuna somma di denaro può proteggere i ricchi dall'inquinamento che causa il cancro. |
6 | ইয়াবুলি চীনা উদ্যোক্তা ফোরামের ১৩তম বার্ষিক সাধারণ সভায় চীনের নেতৃত্বশীল ই-কমার্স কোম্পানির আলীবাবা'র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে দূষণজনিত স্বাস্থ্য সমস্যা এড়িয়ে কোনো ব্যবসা সুযোগ তৈরি না করার আহবান জানান। | |
7 | তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগামী ১০ বছরে চীনের প্রতিটি পরিবার ক্যান্সার সমস্যায় ভুগবে। বিষয়টি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। | I suoi commenti sono riecheggiati con quelli dei netizien, molti dei quali sono già allarmati [en] dalla combinazione di aria tossica e acqua contaminata nel Paese, e dalle questioni sulle sicurezza alimentare. |
8 | তিনি আশাবাদী যে, জনগণ শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাও আরো বেশি পরিবেশ সচেতন হয়ে উঠবে: সিনা উইবোতে গ্লোবাল টাইমস চীনের “ক্যান্সার গ্রামের” মানচিত্র শেয়ার করেছেন। | Durante il 13esimo incontro annuale del Forum Yabuli degli imprenditori cinesi, il fondatore e amministratore delegato della socità Alibaba, leader nel commercio elettronico, ha preferito indirizzare il suo intervento sui problemi di salute legati all' inquinamento - prevedendo [zh, come tutti i link seguenti] che nel giro di 10 anni ogni famiglia cinese sarà affetta da qualche forma di cancro. |
9 | আজ থেকে ৩০ বছর আগে কারো ক্যান্সার হয়েছে এ কথা কয়জন শুনেছেন? | |
10 | সে সময়ে ক্যান্সার শব্দটা ছিল অপরিচিত। আর এখন এটা খুব সাধারণ একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে। | Ha anche sottolineato che i cittadini dovrebbero essere più informati sull'ambiente e non dovrebbero affidarsi solo a quanto racconta il governo: |
11 | দুষিত পানি পান করার কারণে লিভার ক্যান্সার, বায়ুদূষণের কারণে ফুসফুসে ক্যান্সার, ভেজাল খাবারের কারণে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়ে থাকে। | |
12 | যাদের টাকা আছে, তারা পরিষ্কার পানি খেতে পারেন। | La mappa pubblicata su Sina Weibo e Global Times dei “villaggi del cancro” in Cina. |
13 | কিন্তু তারা চাইলেই দূষণমুক্ত বাতাস পাবেন না। | Trent'anni fa, quante persone si conoscevano col cancro? |
14 | আমি খুবই চিন্তিত। | Cancro era una parola rara. |
15 | আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। | Adesso è diventato un male comune. |
16 | চিকিত্সাসেবার খরচ মেটানোর মতো টাকাও হয়তো রোজগার করছি। কিন্তু ঘটনা সেটা না আপনি কতটা রোজগার করছেন- আপনি যদি ভোরের সূর্যের আগমনী আবহ-ই দেখতে না পান, কী লাভ টাকা কামিয়ে। | Il cancro al fegato dovrebbe avere qualcosa a che fare con l'acqua [inquinata]; il cancro ai polmoni dovrebbe avere a che fare con la nostra aria; il cancro allo stomaco dovrebbe avere a che fare col cibo. |
17 | সত্যিই এটা একটা ট্র্যাজেডি। | La classe privilegiata ha acqua pulita, ma non può ordinare aria pulita. |
18 | চাইজিং নিউজ এই বক্তব্য চীনের মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে শেয়ার করেন। | Ho paura che abbiamo lavorato duramente, e che quello che abbiamo guadagnato vada per le spese mediche. |
19 | শেয়ার করার পরেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। | Non importa quanti soldi guadagni, se non puoi goderti la luce del sole, questa è veramente una tragedia. |
20 | একদিনের মধ্যেই তা ৯৯,১৩৬ বার রিপোস্ট এবং ১৬,৬৭৬টি মন্তব্য পড়ে। একজন উইবো ব্যবহারকারী“绿色传承生命 মন্তব্য করেন: | Condiviso il giorno successivo su Sina Weibo da Caijing News, l'intervento si è sparso rapidamente, innescando circa 99.136 condivisioni e 16.676 commenti. |
21 | আমাদের দশ বছর পরে যাওয়ার দরকার নেই। | Su Weibo, “绿色传承生命 commenta: |
22 | এখনই অনেক “ক্যান্সার গ্রাম” রয়েছে। | Non servono 10 anni; adesso ci sono molti “villaggi del cancro”. |
23 | বেইজিংয়ের ধোঁয়া ক্যান্সার হার ৬৭% বাড়িয়ে দিচ্ছে। | Lo smog a Pechino sta facendo aumentare i tassi di cancro al 67%. |
24 | আমরা যা ধারণা করছি, দূষণের ফলে তার চেয়েও ভয়ংকর দুর্যোগ দেখা দিবে। | L'inquinamento è un disastro molto più grande e vicino di quanto avessimo pensato. |
25 | অন্য একজন ব্যবহারকারী “高歌一曲abc” লিখেছেন [zh]: | Un altro utente, “高歌一曲abc” scrive: |
26 | এজন্যই প্রতিবছর আমাদের মেয়েদের দেখতে আমরা বিদেশ যাই। | E' per questo che abbiamo scelto di andare a trovare nostra figlia [all'estero] ogni anno. |
27 | আমরা আশা করি, প্রতিবছর বিদেশ গিয়ে আমরা মানসম্মত খাবারদাবার খেতে পারবো, নির্মল বাতাস উপভোগ করতে পারবো, উজ্জ্বল রোদ গায়ে মাখতে পারবো। আর এ কারণেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং বেশি দিন বাঁচতে পারবো। | Speriamo di avere ogni anno possibilità di mangiare cibo di qualità per cambiare, e godere di aria fresce e della luce del sole, in modo da essere un po' più in salute e vivere a lungo. |
28 | ক্যান্সার নিয়ে ম ইয়ানের বক্তব্য অতিরঞ্জিত নয়। | Commenti come questo non certo un'esagerazione. |
29 | সিনা উইবোতে ম ইয়ানের বক্তব্যের দিনেই কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলে পরিচিত গ্লোবাল টাইমসও চীনের “ক্যান্সার গ্রাম” এর মানচিত্র শেয়ার করেছে: | Sempre su Sina Weibo, perfino il Global Times, portavoce del partito comunista, condivide un'orribile mappa dei “villaggi del cancro”, nello stesso giorno del discorso di Ma Yun: |
30 | বেইজিং টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত “টুয়েলভ ফাইভ-ইয়ার প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব এনভায়রনমেন্টাল রিস্কস ফ্রম কেমিক্যালস” প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, কেমিক্যাল বিষের কারণেই “ক্যান্সারের গ্রাম” এবং আরো কিছু এলাকায় স্বাস্থ্য সমস্যার প্রাদুর্ভাব ঘটছে। | |
31 | সাংবাদিক দেং ফেইয়ের মতে, মধ্য পূর্ব চীন থেকে মধ্য পশ্চিম চীনে এই “ক্যান্সারের গ্রাম” ছড়িয়ে পড়ছে। ফেব্রুয়ারির ২৩ তারিখে ইউথ টাইমস একই রকমের আরেকটি মানচিত্র শেয়ার করে। | Secondo il Beijing Times, il Ministero della Protezione Ambientale ha recentemente pubblicato il “12esimo piano quinquennale per la Prevenzione e il Controllo dei Rischi Ambientali di sostanze Chimiche”, affermando con chiarezza che, a causa dell'avvelentamento chimico, in alcune aree vanno emergendo i “villaggi del cancro” e altri seri problemi di salute. |
32 | সেখানে দেখা গেছে, চীনে একেক ধরনের ক্যান্সার একেক অঞ্চলে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে। | Secondo il giornalista Deng Fei, questi “villaggi del cancro” vanno estendosi dalla zona centro-orientale a quella centro-occidentale del Paese. |
33 | মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য দেখা যাচ্ছে, সাংহাইয়ের মতো পূর্বাঞ্চলীয় শহরগুলোতে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার হার অনেক বেশি। | Il 23 febbraio, anche lo Youth Times ha pubblicato una mappa simile, con dettagli dell'alto rischio di diversi tipi di cancro in varie aree della Cina. |
34 | আবার দক্ষিণপূর্বাঞ্চলে লিভার ক্যান্সার হওয়ার হার বেশি। | |
35 | তাছাড়া চীনে ডাক্তারি পরীক্ষায় প্রতি ৫ মিনিটে ৬ জনের ক্যান্সার ধরা পড়ছে। | Città orientali come Shanghai hanno un'alto rischio di cancro allo stomaco, mentre il sud-est ha alto rischio di cancro al fegato. |
36 | আর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি ৫ মিনিটে ৫ জন মারা যাচ্ছেন। | Inoltre, ogni cinque minuti in Cina vengono a 6 persone viene diagnosticato il cancro e ne muoiono cinque. |
37 | সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ক্যান্সারে উচ্চ হার হওয়ার কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন। সাথে স্বাস্থ্যের সবচেয়ে বড়ো ঝুঁকি পরিবেশের দূষণ তো রয়েছেই। | Secondo altre notizie, questo quadro è dovuto a uno stile di vita malsano e all'elevato inquinamento ambientale, una delle maggiori minacce per la salute. |