# | ben | ita |
---|
1 | থাইল্যান্ডের বিপর্যস্ত বন্যা পরিস্থিতির মানচিত্র | Mappe e info online sulle inondazioni in Tailandia |
2 | এই লেখার সময় পর্যন্ত থাইল্যান্ডে দুই মাসের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৫২ জন মারা গেছে। দেশটির রাজধানী ব্যাংককের অনেক জায়গায় ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। | Nel momento in cui questo articolo viene scritto, 252 persone sono già morte in Tailandia a causa delle forti piogge che hanno investito il Paese per più di due mesi. |
3 | বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করার প্রেক্ষাপটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নাগরিকদের সে বিষয়ে তথ্য প্রদান করার জন্য বিভিন্ন অনলাইন মানচিত্র স্থাপন করা হয়েছে। | Gran parte della capitale Bangkok è stata già sommersa [en] dall'acqua. Sono state create una serie di mappe online volte a monitorare le inondazioni e informare il pubblico riguardo l'entità del disastro. |
4 | ব্যাংককের বন্যা। | Inondazione a Bangkok. |
5 | ছবি টুইটার খেকে @খুননো-এর সৌজন্যে | Immagine di @khunknow, su Twitter |
6 | থাইল্যান্ড বন্যা মানচিত্র ভয়াবহ, জটিল পরিস্থিতি সম্পন্ন এলাকা এবং বন্যা প্রবেশ করেছে এমন এলাকা সমূহকে উল্লেখ করেছে: থাইল্যান্ডের বন্যা মানচিত্র | La mappa contenuta nel Thailand Flood Map [en] mette in risalto le aree ‘particolarmente colpite', le aree ‘a rischio' e quelle ‘interessate' dalle inondazioni. |
7 | নীচে থাই সরকারের থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন সিস্টেম: থাই সরকারের বন্যা পর্যবেক্ষন | Qui di seguito il sito del Thailand Flood Monitoring System [th] curato dal governo. |
8 | পানির স্তর পরিমাপক পদ্ধতি বিভিন্ন খাল এবং নদীর পানির প্রবাহের উচ্চতা পর্যবেক্ষন করছে : পানি পরিমাপক পদ্ধতি | Il sito del Water Measurement System [th] mostra il monitoraggio del livello dell'acqua nei canali e nei fiumi. |
9 | হাইওয়ে বিভাগ বন্যায় আক্রান্ত রাস্তা সমূহকে চিহ্নিত করছে। | Il Ministero dei trasporti tailandese identifica le strade impraticabili [th]. |
10 | নীচের এই মানচিত্রে লাল গাড়ি মানে সে সব রাস্তা বন্যায় আক্রান্ত হয়েছে এবং এই সব রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব। | Il simbolo con l'Auto Rossa indica che la via è allagata e inagibile. |
11 | সবুজ গাড়ি মানে এই সব রাস্তায় বন্যার পানি উঠলেও সাবধানে চলালে এ সব রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব। | Il simbolo con l'Auto Verde indica che la via è allagata ma si può percorrere con attenzione. |
12 | আর এখানে নীল লাইন মানে সড়ক বিভাজন। | Le Linee Azzurre indicano deviazioni. |
13 | সরকার বন্যার জন্য ব্রাহমান নামক পানি কমানো প্রার্থনার আয়োজন করেছে। এতে ব্যাংককের বন্যা যাতে দ্রুত কমে যায়, তার জন্য পানির “দেবী কাং কার” প্রার্থনা করা হবে। | Il governo ha anche organizzato una cerimonia [en] brahman per pregare Kang Ka, la dea dei fiumi, per far diminuire l'inondazione a Bangkok. |
14 | বন্যা আক্রান্তদের সাহায্যের জন্য দ্রুত হটলাইন নাম্বার অনলাইনে পোস্ট করা হয় এবং রেডক্রস থাইল্যান্ডের বন্যায় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। | Una lista di numeri di emergenza [th] è stata pubblicata online per aiutare le vittime, mentre la Croce Rossa [en] sta accettando donazioni. |
15 | রিচার্ড ব্যারো ব্যাংককের পরিস্থিতি বর্ণনা করেছে: | Richard Barrow scrive riguardo la situazione [en] a Bangkok: |
16 | বন্যা প্রতিরোধ বাঁধ থাকা সত্ত্বেও, বাঁধের বাইরের চাও ফারাইয়া নদী, ব্যাংকক নোই খাল এবং মাহা সোয়াত খালের পাশে বাস করা ২৭ টি সম্প্রদায়ের ১,২০০ পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়ে গেছে। | Nonostante la presenza di una diga di prevenzione dalle inondazioni, più di 1.200 famiglie appartenenti a 27 comunità al di fuori del riparo delle dighe lungo il fiume Chao Phraya, il canale Bangkok Noi e il canale Maha Sawat si trovano ancora in pericolo. |
17 | আমি মনে করি এই ঘটনায় বিশেষ কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বন্যা দেখা দেবে। | Penso che ci saranno solamente inondazioni limitate in alcune zone per brevi periodi di tempo. |
18 | বন্যা থেকে ব্যাংকক শহরটিকে রক্ষার জন্য তারা অনেক কিছু করেছে। | In questi anni è stato fatto molto per proteggere Bangkok dalle inondazioni. |
19 | গত বছর আমরা খুব খারাপ পরিস্থিতির শঙ্কা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পরিস্থিতি ততটা খারাপ হয়নি। | L'anno scorso ci si aspettava una situazione peggiore, ma dopotutto non è stato così grave. |
20 | নিঃসন্দেহে দেশের বাকী অংশের ক্ষেত্রে কাহিনীটা আলাদা। | Per il resto del Paese, però, è un altro discorso. |
21 | বন্যার সময় একটি স্টোরের খালি তাক, ছবি টুইটার ব্যবহারকারী @আইসটিমআইসটিম এর সৌজন্যে | Scaffali vuoti in seguito alla inondazione. Immagine di @icetimicetim, su Twitter |
22 | বিগত কয়েকদিনে #থাইফ্লাড নামক টুইটার হ্যাশট্যাগটি সক্রিয় হয়ে উঠেছে : | Su Twitter l'hashtag #thaiflood è stato molto attivo negli ultimi giorni: |
23 | @টাম্বলার_পি : শুনতে পেলাম যে ব্যাংককের বন্যার পানি বের করে দেবা জন্য যে সব অতিকায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল সেগুলো কাজ করেছে না। | @tumbler_p Ho sentito che alcuni dei cosiddetti ‘mega tunnel' di Bangkok progettati per drenare l'acqua non sono operativi. |
24 | দয়া করা আমাকে বলবেন না যে এগুলো মেকি সুড়ঙ্গ.. | Non ditemi che sono solo stupidi tunnel. |
25 | @ফ্রেকিংক্যাট: কয়েক মাস ধরে প্রবল বর্ষণ হচ্ছে- ব্যাংকক ডুবে যাচ্ছে। | @freakingcat La pioggia più intensa di tutti questi mesi - Bangkok sta affogando. |
26 | @ব্যাম্বুহাটস:#থাইফ্লাড, থাইল্যান্ডের যারা বন্যার শিকার তাদের পরিবারের জন্য আমাদের গভীর সমবেদনা রইল। | @bamboohuts Le nostre più sentite condoglianze alle vittime di #thaiflood. |
27 | আমরা আশা করছি যে শীঘ্রই এই সঙ্কট কেটে যাবে এবং খুব সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। | Speriamo che questa crisi vada via molto presto e con la minor quantità di danni. |
28 | @দিলিলিফিশ: এটা একটা অবিশ্বাস্য বিষয় যে আয়ুত্থায়ার বাসিন্দারা ৩ মিটার পানির নিচে থাকা সত্ত্বেও চাঙ্গা এবং বন্ধুত্বপূর্ণ মনোভার প্রদর্শন করেছে… | @TheLilyfish È strano vedere come la gente di Ayutthaya sia così ottimista e cordiale nonostante si trovi 3 metri sott'acqua… |
29 | পানি যাতে আর বাড়তে না পারে তা জন্য বালির বস্তার বাঁধ। | Sacchi di sabbia contro la crescita del livello delle acque. |
30 | ছবি টুইটার ব্যবহারকারী @খুননো-এর। | Immagine di @khunknow, su Twitter |
31 | @আলেকজান্দ্রচুয়া: রিটুইট @ ভি ভ্যানেসা, থাইল্যান্ডের ৭৭ টি প্রদেশের ৫৫ টি বন্যায় আক্রান্ত, আর বাকিগুলো তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করছে। | @alexandrachua RT @Vvanessaaaa: La Tailandia è composta da 77 province, 55 di esse sono inondate e le altre attendono il loro destino. |
32 | @ছাইয়াবেঞ্জ: খোন কায়েনে বন্যার পরিস্থিতি ভয়াবাহ একার ধারন করছে। | @ChaiyaBenz Anche l'inondazione nella città di Khon Kaen sta peggiorando. |
33 | নাম্পোং নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। | L'acqua del fiume Nampong River sta aumentando! Aiuto!! |
34 | @থাই_ইন্টেল: সংবাদ পাওয়া গেছে যে অনেক শপিং সেন্টারে বিনে পয়সায় গাড়ী রাখার সুযোগ করে দিচ্ছে, যাতে বন্যা আক্রান্ত গাড়ির মালিকরা নিরাপদে গাড়িকে সেখানে রাখতে পারে। | #Thaiflood @thai_intel Alcuni giornali dicono che molti centri commerciali tailandesi stanno offrendo parcheggio gratuito affinchè i possessori di automobili scampati all'inondazione possano tenerle al sicuro. |
35 | @তুলসাথিত: বন্যা দেশের প্রায় ১,২০০ ফ্যাক্টরিকে আক্রান্ত করেছে, যার ফলে ৪১,০০০ শ্রমিক ক্ষতিগ্রস্থ হয়েছে। | @tulsathit Le inondazioni paralizzano più di 1200 fabbriche a livello nazionale e colpiscono 41.000 lavoratori. |
36 | সরকার ফ্যাক্টরিগুলোকে বন্ধ রাখতে বলেছে কিন্তু শ্রমিকদের ছাঁটাই করতে মানা করেছে। | Il governo ha chiesto alle imprese di stringere i denti e di non licenziare nessuno. |