# | ben | ita |
---|
1 | সপ্তাহব্যাপী ছুটিতে জাপানে কী ঘটে? | Cosa accade in Giappone durante la lunga vacanza della Settimana d'oro? |
2 | গোল্ডেন উইকে জাপানের ওসাকা স্টেশনের চিত্র। ছবি তুলেছেন ক্রিস গ্লাডিস। | La “Settimana d'oro” alla stazione di Osaka, 4 Maggio, 2007, foto di Chris Gladis. |
3 | সিসি ২. | CC 2.0. |
4 | ০ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহার করা হয়েছে (০৪/০৫/২০০৭)। | Vi sono sentimenti contrastanti quando le lunghe vacanze della Settimana d'oro giapponese [it] volgono al termine. |
5 | গোল্ডেন উইকের টানা ছুটি শেষে জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। | Alcuni sono tristi di tornare al lavoro, mentre altri sono felici che la famiglia sia fuori casa e che la vita torni alla normalità. |
6 | আবার সেই পুরোনো একঘেয়েমি কর্মযজ্ঞে যোগ দিতে হবে ভেবে কেউ কেউ দু:খিত। ছুটিতে বাড়ি ঘুরে আসতে পেরে কেউ খুব খুশি। | La Settimana d'oro è un insieme di festività giapponesi che hanno luogo tra la fine di aprile e l'inizio di maggio, e molti lavoratori hanno circa una settimana di ferie. |
7 | কেউ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে খুশি। | Nel 2015, la “settimana” è cominciata il 29 aprile. |
8 | গোল্ডেন উইক হলো জাপানের একটানা ছুটির সপ্তাহ, যা এপ্রিলের শেষে শুরু হয়ে মে'র প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এ সময়ে বেশিরভাগ জাপানিজ কাজ থেকে এক সপ্তাহের ছুটি পায়। | Dal momento che, solitamente, in Giappone tutti vanno in ferie nello stesso periodo, l'inizio e la fine della Settimana d'oro vedono lo spostamento di enormi masse di persone sulle strade, sui treni e negli aeroporti. |
9 | ২০১৫ সালে গোল্ডেন উইক শুরু হয়েছে এপ্রিলের ২৯ তারিখ থেকে। এ সময়ে জাপানের সবাই একযোগে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। | La fine di queste festività, conosciuta come la corsa con “inversione a U” dal momento che milioni di persone fanno ritorno a casa, è l'argomento preferito dei notiziari. |
10 | তাই গোল্ডেন উইক শুরু এবং শেষে রাস্তায়, ট্রেনে এবং বিমানবন্দরে মানুষের বিপুল চাপ পড়ে। | |
11 | গোল্ডেন উইকের শেষ দিকটা “ইউ-টার্ন” ভিড় নামে পরিচিত। | Ultimo giorno della Settimana d'oro: l'inversione a U porta folle di persone negli aeroporti e nelle stazioni. |
12 | নীড়ে ফেরা মানুষের ভিড়-ভাট্টা'র গল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়: | La Settimana d'oro è tipicamente il periodo di vacanze più lungo dell'anno concesso ai giapponesi. |
13 | [ক্যাপশন] গোল্ডেন উইকের শেষ দিন: বাড়ি ফেরা মানুষের কারণে বিমানবন্দর ও রেল স্টেশনে “ইউ-টার্ন” ভিড়ের সৃষ্টি হয়েছে। | |
14 | জাপানিরা বছরে সবচে' বড় ছুটি পায় গোল্ডেন উইকে। | |
15 | এ সময়টা তারা নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করে থাকে। অন্যান্য বড় ছুটির মধ্যে রয়েছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, মধ্য আগস্টে ও-বন উৎসব। | A differenza di altre vacanze lunghe, come quella di Capodanno all'inizio di gennaio e della O-Bon, la celebrazione dei morti che avviene a metà agosto, occasione per ricongiungimenti familiari, la Settimana d'oro può essere celebrata come si preferisce. |
16 | সেসময়েও তারা পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে উদযাপন করে। গোল্ডেন উইক পালন জাপানের খুব পুরোনো প্রথা নয়। | Le vacanze della Settimana d'oro ebbero origine nel periodo postbellico, con l'obiettivo di permettere ai cittadini di fare ritorno nelle campagne per aiutare a piantare il riso nelle piccole fattorie di famiglia. |
17 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি চালু হয়। | Ancora oggi è evidente che queste piccole fattorie dominano il paesaggio rurale giapponese. |
18 | সে সময়ে শহরের অধিবাসীদের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক খামারগুলোতে ধান উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য এ ছুটি দেয়া হতো। | |
19 | আজকের দিনেও এই ছোট ছোট খামারগুলো জাপানের গ্রামীণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে: | |
20 | এবারের গোল্ডেন উইকে ধান বুনতে আমি বাড়ি যাবো। | Durante questa Settimana d'oro sono tornato a casa a piantare il riso. |
21 | আমার সবকিছু গোছানো শেষ… | Sono distrutto. |
22 | যদিও অনেক জাপানিজের কাছে গোল্ডেন উইক হলো কমপক্ষে এক সপ্তাহ কাজে না যাওয়া। | Tuttavia, per molti giapponesi, questa festività significa almeno una settimana lontani dal lavoro. |
23 | আবার কারো কারো মতে, লম্বা ছুটি থেকে কাজে ফিরতে জাপানিরা অস্বস্তি বোধ করেন: | Come chiunque altro, anche i giapponesi temono il momento del ritorno al lavoro dopo una vacanza così lunga: |
24 | গোল্ডেন উইক শেষ। | LA SETTIMANA D'ORO E' FINITA |
25 | খুব স্বাভাবিকভাবেই গোল্ডেন উইকের ছুটিতে ইনবক্স হাজারো মেইলে ভরে যায়: | Ovviamente, c'è anche il tipico problema della casella di posta piena zeppa di e-mail: |
26 | বাস্তবতা হলো গোল্ডেন উইক শেষে আমি যখন কাজে ফিরলাম, তখন দেখলাম আমার ইনবক্সে ১,১৫৮টি না-পড়া মেইল পড়ে আছে। | Mi rendo conto che la Settimana d'oro è terminata quando vedo 1,158 email non lette nella mia casella di posta |
27 | অনেকে অবশ্য রুটিন জীবনে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন: | D'altra parte, alcuni sono sollevati all'idea di tornare ai comfort della loro routine quotidiana: |
28 | অবশেষে গোল্ডেন উইকের ছুটি শেষ হয়েছে। | La settimana d'oro è finalmente finita. |
29 | আমার স্বামী অফিসে ফিরে গেছে। আর বাচ্চারা স্কুলে গেছে। | Mio marito torna a lavorare e il bambino fa ritorno all'asilo. |
30 | এবার আমি শান্তিমতো বাথরুমে যেতে পারবো। | Finalmente posso andare in bagno in pace. |
31 | কাজ থেকে লম্বা সময় দূরে থাকার কারণে কারো কারো মধ্যে উদ্বিগ্নতাও তৈরি হতে পারে: | L'opportunità di godersi così tanto tempo lontani dal lavoro può essere per alcuni una fonte di stress: |
32 | অবশেষে গোল্ডেন উইক বিদায় নিয়েছে। | La Settimana d'oro è finalmente finita. |
33 | আমার স্বামী ৯ দিনের ছুটির কিছু সময় কাজে লাগাতে পেরেছিল। এর বাইরে ছুটির পুরোটা সময় সে এক আকস্মিক বিহ্বলতার মধ্যে ছিল। | Mio marito ha usato alcuni dei suoi giorni di ferie per avere un totale di 9 giorni di vacanze, ed è stato con la testa tra le nuvole per tutto il tempo. |
34 | কী ধরনের আচরণ? ছুটির শুরুর দিকে সে বলতে লাগলো, “কী মজা, ৯ দিন অফিসে যেতে হবে না!” | All'inizio non faceva che dire “Ho 9 giorni di ferie continui!!”, ma dopo averne passato la metà è cominciato il deprimente conto alla rovescia: “Solo 3 giorni ancora… solo 2.. ”. |
35 | কিন্তু যখনি ছুটির অর্ধেক সময় পেরিয়ে গেল, তার উদ্বিগ্নতা বেড়ে গেল: আর মাত্র ৩ দিন আছে… ছুটি শেষ হতে আর মাত্র ২ দিন বাকি…।“ | |
36 | যাই হোক, আমি আমার পার্ট-টাইম চাকরির জন্য তৈরি হচ্ছি। | Ad ogni modo, devo prepararmi per il mio lavoro part-time. |
37 | আমরা সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। | Per noialtri la vita torna alla normalità. |
38 | তবে বাড়ির গৃহিনীদের কাছে গোল্ডেন উইক মানেই হলো আরো বেশি কাজ: | Per le casalinghe, la Settimana d'oro può significare un maggior carico di lavoro: |
39 | গোল্ডেন উইকের ছুটি শেষ হয়ে গেছে। | La Settimana d'oro è finalmente finita. |
40 | ছুটির শুরুতেই আমার স্বামী জ্বর বাঁধিয়ে বসলো। এবং ছুটির অর্ধেকটা তার বিছানাতেই কাটলো। | Appena cominciata, mio marito si è preso 38 di febbre e ha passato la seconda metà della vacanza a letto. |
41 | তাকে সেবা-যত্ন করতে আমার পুরোটা সময় গেল। | Sono stata tutto il tempo a curarlo e a occuparmi di nostra figlia. |
42 | স্বামীর পাশাপাশি মেয়েকেও দেখেশুনে রাখতে হয়েছে। | Sono molto più stanca di quanto sarei in una giornata normale. |
43 | অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এই ছুটির সময়েও আমি অনেক বেশি ক্লান্ত। | |
44 | ইশ্! আমারও যদি জ্বর হতো, তাহলে ৪ দিন ঘুমিয়ে কাটাতে পারতাম। | Vorrei aver avuto la febbre alta, così avrei potuto dormire per 4 giorni, ma questo sarebbe impensabile. |
45 | কিন্তু এটা সিলেবাসের বাইরে। | Ma non tutti sono contenti della fine della Settimana d'oro. |
46 | গোল্ডেন উইক শেষ হওয়ায় সবাই যে খুশি তা কিন্তু নয়। | Oggi abbiamo celebrato la fine della Settimana d'oro festeggiando il compleanno di mia moglie. |
47 | আজকে আমরা গোল্ডেন উইকের শেষ দিন পালন করলাম বউয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে। | |
48 | তার পছন্দের কোরিয়ান বারবিকিউয়ের রেস্টুরেন্টে গেলাম। | Siamo usciti per un Barbeque coreano - per scelta sua, anche se abbiamo mangiato già ieri barbeque coreano a volontà. |
49 | যদিও গতকাল আমরা পেট ভর্তি করে বারবিকিউ খেয়েছিলাম। | |
50 | এটা আমার লক্ষ্মী বউয়ের জন্য। ☆ | Mia moglie è così. ☆ |
51 | এরপরের বড় ছুটির জন্য সবার অপেক্ষা শুরু হয়েছে। তেমন একটা বড় ছুটি আছে সেপ্টেম্বরে- “সিলভার উইকে”। | Altri invece sono già in attesa della prossima vacanza lunga, la “Settimana d'argento”, che avrà luogo in settembre. |
52 | গোল্ডেন উইক শেষ হয়েছে তো কী হয়েছে। | Anche se la Settimana d'oro è finita, niente paura!! |
53 | চিন্তার কিছু নেই। সামনেই সিলভার উইক আছে! | La Settimana d'argento è dietro l'angolo! |