Sentence alignment for gv-ben-20120826-30325.xml (html) - gv-ita-20121003-66776.xml (html)

#benita
1আর্জেন্টিনা: “আমি দুনিয়াকে জানাই যে আমি একজন অঙ্গ দানকারী”Argentina: “Sono un donatore di organi e lo dico al mondo”
2স্বনামধন্য আর্জেন্টিনীয় সঙ্গীত শিল্পী সান্দ্রা মিহানোভিচ [স্প্যানিশ ভাষায়] তাঁর বান্ধবী মারিয়া পাজ নোভাররো এর মেয়ে এবং তাঁর ধর্মকন্যা সোনসোলেস রে অব্লিগাদোকে একটি বৃক্ক বা কিডনী দান করার সংবাদ আর্জেন্টিনীয়দের বিস্মিত করেছে এবং জীবন বাঁচানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে।La notizia che la nota cantante argentina Sandra Mihanovich [es, come i link successivi eccetto ove diversamente segnalato] avrebbe donato un rene alla figlioccia Sonsoles Rey Obligado, figlia della sua fidanzata Maria Paz Novarro, ha sorpreso gli argentini e alimentato la consapevolezza sull'importanza di salvare una vita.
3সান্দ্রার উদাহরণ অঙ্গ দানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রচারনাকে উজ্জীবিত করেছে।L'esempio di Sandra ha anche rinvigorito la campagna di donazione degli organi.
4সরাসরি পরিবারের সদস্য না হলে আর্জেন্টিনার আইনে জীবিত ব্যক্তিদের মধ্যে অঙ্গ দান নিষেধ, কাজেই অনুমোদনের জন্য সান্দ্রাকে আদালতে যেতে হয়।La legge argentina vieta la donazione degli organi tra viventi che non abbiano un legame familiare diretto, così Sandra si è dovuta presentare di fronte ad un giudice per ricevere l'approvazione.
5সান্দ্রার ওয়েবসাইটে [স্প্যানিশ ভাষায়] সে মুহূর্তের বর্ণনা দেওয়া হয়েছে যখন বিচারক তাঁকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি তাঁর বৃক্ক বা কিডনী দান করতে চানঃIl sito web di Sandra riporta il momento in cui è stata invitata dal giudice a motivare la sua scelta di donare un rene:
6বিচারক যখন সান্দ্রাকে জিজ্ঞেস করেন যে সে তাঁর ধর্ম কন্যা সোনসোলেসকে বৃক্ক দান করার কারন কী, তখন সান্দ্রা তার জবাবকে সংজ্ঞায়িত করেন “ভালোবাসার দান” হিসেবে।“Per dare amore” è come Sandra ha chiarito la sua decisione davanti al giudice, quando le è stato chiesto di spiegare la ragione che aveva fatto nascere in lei la volontà di donare un rene alla sua figlioccia Sonsoles.
7ভালোবাসার এই সুসংবদ্ধ অভিব্যক্তির বিরুদ্ধে কারো কিছুই বলার ছিল না।Non c'è molto da dire contro questa espressione d'amore così concreta.
8কিন্তু তাঁর এই মহৎ, আবেগী এবং মহান কাজ আমাদের শিক্ষিত হওয়ার এবং সাহসী হওয়ার শিক্ষার সুযোগ তৈরি করে।Questo grande gesto, generoso ed emotivo, ci offre una opportunità enorme per imparare, educare, ed eliminare la paura.
9অঙ্গ দানে আমাদের আরও অবহিত হওয়ার ও জানতে পারার সুযোগ সৃষ্টি করে।E' la nostra opportunità per imparare ed informarci riguardo la donazione degli organi.
10আর্জেন্টিনায় অঙ্গ, টিস্যু ও সেল দান এবং প্রতিস্থাপনে সরকারি নিয়ন্ত্রন, সমন্বয় এবং তদারকি সংস্থা ইনকুকাই- এর ওয়েবসাইটে অঙ্গের জন্য অপেক্ষমান রোগীদের তালিকা প্রতিদিন প্রকাশ করা হয়।Il sito web dell'INCUCAI, l'ente governativo che regola, coordina e vigila sulla donazione di organi, cellule e tessuti per i trapianti, pubblica statistiche giornaliere su pazienti e liste d'attesa per il trapianto di organi.
11এ পোস্টটি ভাষান্তরের সময় নিচে প্রকৃত সময়ের প্রতিবেদন( রিয়াল টাইম রিপোর্ট) [স্পেনীশ] তুলে ধরা হল:I numeri che seguono costituiscono un resoconto in tempo reale continuamente aggiornato, anche mentre questo articolo viene scritto e tradotto:
12সকাল ৯:৪৯ মিনিটের পরিসংখ্যান: ৭১৫৩ জন রোগী্র অপেক্ষমান তালিকা ২০১২ সালে ৯১০ টি প্রতিস্থাপন ২০১২ সালে ৩৯৮ জন প্রকৃত দাতা ২০১২ সালে হাসপাতাল প্রতি ৯.Statistiche alle 9:49 7153 pazienti in lista d'attesa 910 Pazienti sottoposti a trapianto 2012 398 Donatori reali 2012 9.6 Donatori PMH 2012
13৬ জন দাতা সান্দ্রা মিহানোভিচকে উৎসর্গ করে সাংবাদিক আলফ্রেডো লিউকো তাঁর ব্লগে [স্প্যানিশ ভাষায়] সান্দ্রার দানের সংবাদকে শেয়ার করার পরামর্শ দেনঃSul suo blog, il giornalista Alfredo Leuco dedica un articolo a Sandra Mihanovich e suggerisce a tutti di condividere la notizia relativa alla sua scelta di donare:
14সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবীদ, শিল্পী, ক্রীড়াবীদ এবং আরও যাদের মাইক্রোফোন, মঞ্চ অথবা ধর্মীয় বেদি আছে তাঁরা সামাজিক দায়িত্ব হিসেবে, নৈতিকতার বাধ্যবাধকতা থেকে আশাকে উৎসাহিত করার, দানকে উৎসাহিত করার, একতাকে বহুগুণে বাড়িয়ে তোলার, একত্রে থাকার মুল্যবোধকে সবসময় বিজ্ঞাপিত করার, নিজেদের ভালো মানুষ, ভালো আর্জেন্টিনীয় হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।Giornalisti, insegnati, politici, artisti, atleti e tutti coloro che hanno un microfono, un podio od un pulpito dal quale poter diffondere informazioni e pensieri hanno una responsabilità sociale, l'obbligo morale di incoraggiare la speranza, di incoraggiare la donazione, di moltiplicare la solidarietà, di pubblicizzare costantemente quei valori che ci avvicinano e ci rendono persone migliori e argentini migliori.
15এছাড়া আর কোন রাস্তা নেই।Non c'è altra via.
16৩০ মে জাতীয় অঙ্গ ও টিস্যু দান দিবসে টুইটারে #সয় ডোনান্তে [স্প্যানিশ ভাষায়] (“আমি একজন দাতা”) নামের হ্যাসট্যাগে ইনকুকাই অনলাইন প্রচারণা চালু [স্প্যানিশ ভাষায়] করে।Lo scorso 30 maggio, durante la Giornata Nazionale per la Donazione di Organi e Tessuti, INCUAI ha lanciato una campagna online usando l'hashtag #SoyDonante (“Sono un donatore”) su Twitter.
17এছাড়া “আমি দুনিয়াকে জানাই যে আমি একজন অঙ্গ দানকারী” - শীর্ষক একটি ইউটিউব ভিডিও ছাড়া হয়।C'è anche un video su YouTube con il motto “Sono un donatore e lo dico al mondo”:
18এছাড়াও ইনকুকাই এর ওয়েবসাইটে [স্প্যানিশ ভাষায়] ঘোষণা করা হয় যে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিস্থাপন গেমসের আয়োজক হবে আর্জেন্টিনা।Inoltre, il sito web dell'INCUCAI ha annunciato che l'Argentina ospiterà i prossimi World Transplant Games [en] che si terranno nel 2015.
19প্রতিদ্বন্দ্বী দেশ যেমন জাপান এবং জার্মানিকে পরাজিত করার পর দক্ষিন আফ্রিকার ডারবান সভায় বিশ্ব প্রতিস্থাপন গেমস ফেডারেশনে (ডব্লিউ টি জি এফ) আমাদের দেশের প্রতিনিধিত্ব অনুমোদন লাভ করে।Dopo aver vinto la sfida contro altre nazioni come Giappone e Germania, la candidatura del nostro Paese è stata accettata dalla World Transplant Games Federation durante il meeting di Durban, Sud Africa.
20এটা অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে আর্জেন্টিনার নীতিকে জোড়ালোভাবে অনুমোদন দিয়েছে, এধরনের করমকান্ডে ল্যাতিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনাই প্রথম আয়োজক।Si tratta di un forte sostegno alla politica argentina di donazione degli organi, dal momento che l'Argentina è il primo paese dell'America Latina ad ospitare questo tipo di eventi.
21সান্দ্রার অভিজ্ঞতার পরিপূর্ণ প্রতিবেদন [স্প্যানিশ ভাষায়] এ গায়কের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।La storia completa della vicenda di Sandra è stata pubblicata sul sito web della cantante.
22এতে তাঁর গান “অনরার লা ভিডা” (“জীবনের সম্মান”) সহ ভিডিও যোগ করা হয়েছে।Include alcuni video, tra cui uno con una sua canzone “Honrar la vida” (Onorare la vita).
23এ প্রতিবেদনে রয়েছেঃLa narrazione si conclude così:
24এবার সান্দ্রা গান গায় নি, বরং তিনি তাঁর জীবন-যাপনের উদাহরণ টেনে ভালোবাসা দেওয়া এবং জীবনকে সম্মানিত করাকে বড় অক্ষরে এবং জোড়ালো ভাষায় প্রকাশ করেছেন।Questa volta Sandra non ha cantato, ma anzi, con il suo esempio è riuscita a comunicare la voglia di DONARE AMORE e di ONORARE LA VITA usando lettere maiuscole ed a voce alta.