# | ben | ita |
---|
1 | সিরিয়ার বৃহত্তম শরনার্থী শিবির জাতারি’র শিশু শিল্পীরা | Siria: Colori dal Campo profughi di Zaatari |
2 | এই পোস্টটি অব্যক্ত সিরিয়া ব্লগ থেকে পুনরায় পোস্ট করা হয়েছে। | Questo post è ripreso da Syria Untold [en]. |
3 | সিরিয়ায় সমগ্র শিশু প্রজন্মের উপর তীব্র সহিংসতার ফলাফল এখন অনেক সক্রিয় কর্মী এবং সংস্থার কাছেই অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। | |
4 | এরই প্রেক্ষিতে, শরনার্থী এবং উদ্বাস্তু শিশুদের অবস্থার উন্নয়ণে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে জাতারি শরনার্থী শিবিরের রঙ। | |
5 | সিরিয়ার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দৃষ্টি দিয়ে এই পদক্ষেপটি নেয়া হয়েছে। জাতারি ক্যাম্পে শিশুরা আঁকছে। | L'impatto dell'escalation di violenza in Siria, abbattutosi su un'intera generazione di bambini, è diventata una priorità per molti attivisti e organizzazioni del paese. |
6 | সূত্রঃ কালারস ফ্রম জাতারি ক্যাম্প ফেসবুক পাতা। সিরিয়া এবং জর্ডানের সীমানার কাছে জাতারি শিবিরটি অবস্থিত। | Colori dal Campo Zaatari [ar] è una delle numerose iniziative focalizzate sul futuro della Siria, con l'intento di migliorare le condizioni di vita dei bambini sfollati e profughi. |
7 | এটি সিরিয়ার সর্ববৃহৎ শরনার্থী শিবির। | Bambini che disegnano al Campo Zaatari. |
8 | এখানে ১ লক্ষেরও বেশী শরনার্থী বাস করছে। | Fonte: pagina Facebook Colors from the Zaatari Camp. |
9 | এসব শরনার্থীদের বেশ ভাল একটি অংশ শিশু। ফর সিরিয়া নামে দোহা ভিত্তিক একটি সংস্থার প্রতিনিধি দিমা আল-মালাকেহর মতেঃ | Il campo Zaatari [en], situato al confine siro-giordano, è il più vasto campo profughi siriano, e ospita più di 100.000 rifugiati, tra cui molti bambini. |
10 | “আমরা এই প্রকল্পের জন্য জাতারি শরনার্থী শিবিরটি বেছে নিয়েছি। | Secondo Dima al-Malakeh, che lavora per l'associazione “For Syria” con sede a Dubai: |
11 | কারন, এখানেই এখন সবচেয়ে বেশী সংখ্যক সিরিয়ান এক সাথে বসবাস করছে। এখানেই আমরা বিদ্যালয় এবং শিক্ষার উন্নয়নের মতো কাজ শুরু করতে পারি। | “Abbiamo scelto Zaatari per questo progetto perché è un posto dove attualmente molti siriani convivono, un posto in cui possiamo iniziare a lavorare insieme nel settore scolastico e dell'istruzione.” |
12 | তিনি আরও বলেছেনঃ | E aggiunge: |
13 | জাতারি শিবিরের নানা রঙ প্রকল্পটি শিশুদের কথা তুলে ধরতে শিশুদেরই নানা কাজ, তাদের মেধা এবং তাদের স্বপ্নের উপর আলোকপাত করেছে। | |
14 | প্রকল্পটির মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা এবং ইন্সটিটিউশনের কাছে পৌঁছানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালানো হচ্ছে, যেন তারা এই শিশুদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। | Il progetto Colori da Zaatari dà risalto al lavoro dei bambini per mettere in evidenza le loro voci, i loro talenti e i loro sogni, nel tentativo di raggiungere istituzioni e organizzazioni internazionali che li possano aiutare a tornare a scuola. |
15 | বিদ্যালয়ে ফিরে যাওয়া যেমন এই শিশুগুলোর স্বপ্ন, তেমনি আমাদেরও স্বপ্ন। | Tornare a scuola è il sogno di questi bambini, e anche il nostro. |
16 | ১৬-১৭ জানুয়ারি, আম্মানে প্রদর্শন কৃত জাতারি ক্যাম্পের শিশুদের আঁকা চিত্রকর্ম। | Dipinto di un bambino residente nel campo di Zaatari , esposto ad Amman il 16 e 17 gennaio. |
17 | সূত্রঃ কালারস অফ দ্যা জাতারি ক্যাম্প ফেসবুক পাতা। | Fonte: pagina Facebook Colors of the Zaatari Camp |
18 | শিবিরে বসবাসরত শিশুদের আঁকা অনেকগুলো ছবি দেখার পর সক্রিয় কর্মী মাহমুদ সাদাকা এই প্রকল্পটি শুরু করার কথা চিন্তা করেন। | |
19 | অব্যক্ত সিরিয়াতে তিনি ব্যাখ্যা করেছেন, “শিশুদের আঁকা ছবিগুলো খুব সুন্দর, বলিষ্ঠ এবং জোরালো ছিল। | L'idea è nata con l'attivista Mahmoud Sadaka, tra i primi a vedere diversi disegni fatti dai bambini ospiti del campo. |
20 | আমি মনে করি, এটা আমাদের জন্য খুব লজ্জার একটি বিষয় যে, তাদের শিবিরে থাকতে হচ্ছে এবং তাদের আঁকা এই ছবিগুলো অন্যরা দেখতে পাড়ছে না।” | “I disegni erano belli, potenti e significativi, e ho pensato che era una vergogna che restassero nel campo senza che nessuno li potesse ammirare”, spiega su Syria Untold. |
21 | ফর সিরিয়া এবং মিলিয়াএইদামনির মতো সিরিয়ার অন্যান্য সাংবাদিক ও সক্রিয় কর্মীর সম্মিলনে তৈরি সংগঠন শিশুদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপনের মাধ্যমে সিরিয়ার মেধাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। | |
22 | সবচেয়ে ভালো চিত্রকর্মগুলো তারা সংগ্রহ করেছেন। তাদের সংগৃহীত এসব ছবিগুলো দিয়ে ১৬ থেকে ১৭ জানুয়ারি, ২০১৩ তারিখ আম্মানে দুই দিন ব্যাপী প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়। | Insieme all'associazione For Syria e altri giornalisti attivisti siriani come Milia Aidamouni, ssi è deciso di dare risalto al talento siriano attraverso le opere di questi bambini. |
23 | এই প্রদর্শনীতে চিত্রশিল্পী লিনা মোহামিদের সহযোগীতায় বাছাইকৃত সর্বমোট ৬০ টি চিত্রকর্ম ফ্রেমে বাঁধিয়ে প্রদর্শন করা হয়। | Sono stati raccolti i migliori lavori e la loro prima mostra è stata organizzata ad Amman il 16 e 17 gennaio scorsi. |
24 | এই পোস্টটি অব্যক্ত সিরিয়া থেকে পুনরায় পোস্ট করা হয়েছে। | Sono state esposte 60 opere in totale, incorniciate a dovere con l'aiuto dell'artista Lina Mohamid. |