Sentence alignment for gv-ben-20120926-31470.xml (html) - gv-ita-20120919-66271.xml (html)

#benita
1সুদান: বিক্ষোভকারীরা জার্মান দূতাবাস পোড়ানোর পর ইউটিউব নিষিদ্ধSudan: YouTube bloccato dopo proteste anti-USA
2খার্তুমে ক্ষুদ্ধ সুদানী বিক্ষোভকারীরা ১৪ই সেপ্টেম্বর, ২০১২ তারিখ শুক্রবার নবী মোহাম্মদকে অপমান করে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী একটি চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আক্রমণ করে জার্মান দূতাবাস এবং আমেরিকান দূতাবাস।
3‘মুসলিম ইনোসেন্স' নামের কম বাজেটের একটি চলচ্চিত্রের ১৪ মিনিটের ট্রেইলারের ইউটিউব ভিডিও সারা বিশ্বের মুসলমানদের ক্ষোভ উস্কে দিয়েছে।Il trailer da 14 minuti del film amatoriale che ironizza su Maometto caricato su YouTube, ha scatenato la rabbia dei musulmani di tutto il mondo.
4লিবিয়া বেন গাজীতে একটি উত্তেজিত জনতা মার্কিন কনস্যুলেট আক্রমণ করে সেখানকার আমেরিকার রাষ্ট্রদূতসহ দূতাবাসের তিনজন কর্মীকে হত্যা করেছে।Dopo i tragici eventi a Bengasi, nei giorni scorsi cittadini sudanesi infuriati hanno attaccato [en come i link successivi seguenti, eccetto ove diversamente indicato]] le ambasciate tedesca e americana a Khartoum.
5ভিডিও ভাগাভগির সাইট ইউটিউব আপত্তিকর ভিডিওটি নামিয়ে ফেলতে অস্বীকার করার পরে কর্তৃপক্ষ এখন সেটা অবরুদ্ধ করে রাখার পর থেকে সুদানের ইন্টারনেটে প্রতিক্রিয়াগুলো চুইয়ে চুইয়ে আসতে শুরু করেছে।Le ripercussioni delle proteste si sono lentamente diffuse su Internet, mentre YouTube è stato attualmente bloccato dalle autorità, dopo il rifiuto dell'azeinda di togliere il video dal sito.
6নতুন খার্তুন: খালিদ আলবাইহ তার ফেসবুক পৃষ্ঠায় সুদানের সেন্সরশীপের উপর কার্টুনটি ভাগাভাগি করেছেন (১৭/০৯/১২)।Khalid Albaih condivide questo fumetto sulla censura in Sudan sulla sua pagina Facebook (17/09/12).
7সুদানের ব্লগার উসামাহ মোহাম্মেদ ১৬ই সেপ্টেম্বর তারিখে টুইট করেছেন:Il blogger sudanese Usamah Mohammed scrive:
8@সিমসিমত: অনেক সুদানী টুইপের মাধ্যমে নিশ্চিত হয়ে @ইউটিউব অবরুদ্ধ করা হয়েছে #সুদান@simsimt: Confermato da molti tweep sudanesi, @YouTube è stato bloccato #Sudan.
9এবং খালিদ আলবাইহ ব্যাখ্যা করেছেন:E Khalid Albaih spiega:
10@খালিদআলবাইহ: এরকম কথা শোনা যাচ্ছে যে দাঙ্গা শুরু করা ভিডিওটি নামিয়ে নিতে অস্বীকার করা পর #সুদান @ইউটিউব অবরোধ করেছে@khalidalbaih: dice che il #Sudan ha bloccato @YouTube dopo il rifiuto di levare il video che ha dato origine alle rivolte
11খার্তুমে কেন জার্মান দূতাবাস আক্রান্ত হলো নেটাগরিকরা টুইটারে সেই উত্তর খুঁজছে।Su Twitter, i netizen cercano risposte sul perché dell'attacco all'ambasciata tedesca di Khartoum.
12সুইজারল্যান্ডে বসবাসকারী মিশরীয় আলিয়া গাদ মতামত ব্যক্ত করেছেন [আরবী ভাষায়]:L'egiziana Alyaa Gad, residente in Svizzera, commenta [ar]:
13@আলিয়াগাদ: মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মিশরীয় একটি মন্দ চলচ্চিত্র তৈরী করেছে তাই তারা সুদানের জার্মান দূতাবাস পুড়িয়ে দিয়েছে।@AlyaaGad: Un egiziano negli Stati Uniti produce un film sgradevole e di conseguenza danno fuoco all'ambasciata tedesca in Sudan.
14এর কারণ হিসেবে বলা হয় যে তারা তাদের শিশুদের মাথায় অনেক আঘাত করে।La ragione di tutto questo è che picchiano parecchio i bambini in testa.
15আমি মজা করছি না।Non sto scherzando.
16ইউটিউবে ইয়াস ৯৯৬৬ এই ভিডিওটি ভাগাভাগি করেছেন যেখানে সুদানীদের বিক্ষোভ এবং বিভিন্ন দূতাবাস আক্রমণ করতে দেখা যাচ্ছে:Su YouTube, yas9966 condivide questo video in cui si vedono i sudanesi manifestare e attaccare le ambasciate:
17গুগল চাচা বলেছেন আমেরিকান দূতাবাস দূরে ছিল বলে সুদানীরা জার্মান দূতাবাস পুড়িয়ে দিয়েছে। তিনি টুইট করেছেন [আরবী ভাষায়]:Secondo Uncle Google, i sudanesi hanno incendiato l'ambasciata tedesca dato che quella USA era lontana [ar]:
18@গুগলচাচা: সুদানীদের জার্মান দূতাবাস পুড়িয়ে দেয়ার একমাত্র অজুহাত হলো কিছুটা দূরে মার্কিন দূতাবাসের অবস্থান@UncleGoogle: L'unica scusa per i sudanesi per incendiare l'ambasciata tedesca era che quella americana era un po' lontana.
19এবং ওমর আলহাদি ব্যাখ্যা করেছেন [আরবী ভাষায়]:Omar Alhady chiarisce [ar]:
20@আসাদএক্স: সুদানীরা আসলেই মার্কিন দূতাবাসে যেতে খুব আলসেমো করেছিল। কিন্তু জার্মান দূতাবাস পুড়িয়ে দেয়ার পর (সব)কিছু উত্তপ্ত হয়ে উঠলে তারা ট্যাক্সিতে চড়ে আমেরিকান দূতাবাসে যেতে শুরু করে@Asadx: I sudanesi erano davvero troppo pigri per arrivare fino all'ambasciata americana, ma dopo aver incendiato l'ambasciata tedesca e dopo che le cose si sono surriscaldate, hanno preso dei taxi e ora si stanno dirigendo verso l'ambasciata americana.
21সৌদি বাসাম আল দাখিয়েল আরেকরকম ব্যাখ্যা দিয়েছেন [আরবী ভাষায়]:Saudi Bassam Al Dakhiel fornisce un'altra spiegazione [ar]:
22@বাসাম_১৩: খার্তুমে যা যা ঘটছে তার কারণ হলো: সুদানী সরকার মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেয়ার ফলে বিকল্প হিসেবে বিক্ষোভকারীরা জার্মান দূতাবাস পুড়িয়ে দেয় এবং ব্রিটিশ দূতাবাসে জোর করে ঢুকে পড়ে।@Bassam_13: La ragione di tutto quello che sta accadendo a Khartoum: Il governo sudanese ha innalzato il livello di sicurezza attorno all'ambasciata statunitense, per cui i manifestanti hanno incendiato l'ambasciata tedesca e preso d'assalto quella britannica invece.
23তবে সুদানী মানসুর এলতায়েব মন্তব্য করেছেন [আরবী ভাষায়]:Ma il sudanese Mansoor Eltayeb sottolinea [ar]:
24@মানসুরএলতায়েব: আল বাশিরের পার্টি জার্মান দূতাবাস পোড়ানোর মাধ্যমে পশ্চিমের কাছে একটি বার্তা পাঠাতে চেয়েছে যে আল বাশিরের শাসনের পতন হলে তাদের একটি কট্টর ইসলামী শাসনের সম্মুখীন হতে হবে।@mansoorEltayeb: dando fuoco all'ambasciata tedesca, il partito di Al Basheer voleva mandare all'occidente il messaggio che se il regime di Al Basheer cade, affronteranno un regime islamista estremo.
25কিন্তু সেটা ব্যর্থ হয়েছে।Ma non ci è riuscito.
26এদিকে ফিলিস্তিনি লেখক ইয়াসের আল জাত্রেহ বলছেন [আরবী ভাষায়]:Nel frattempo, lo scrittore palestinese Yaser Al Zaatreh dichiara [ar]:
27@ওয়াইজাত্রেহ: ঘটনার সঙ্গে জার্মান দূতাবাসের সংযোগ কোথায়।@YZaatreh: Che collegamento c'è tra l'ambasciata tedesca e la questione in ballo?
28মনে হচ্ছে সুদানীরা ভুল ঠিকানায় গিয়েছে, যদিও আমরা দূতাবাস এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে।Sembra che i sudanesi abbiano sbagliato indirizzo, sebbene ci opponiamo agli attacchi ad ambasciate e funzionari.