Sentence alignment for gv-ben-20100814-12351.xml (html) - gv-ita-20100813-22956.xml (html)

#benita
1মরোক্কো: বই নিয়ে গ্রীষ্মের ছুটি কাটানোMarocco: “La mia estate con un libro”
2ডিজিটাল প্রযুক্তিতে মোড়া পৃথিবীতে যখন ট্যাবলেট পিসি বই আর ইবুক রিডার এর মূল্য কমে যাচ্ছে আর প্রতিদিন বেশি করে তা জনগণের হাতের মুঠোয় আসতে পারছে, প্রশ্ন জাগে চিরায়ত ছাপার বইয়ের যায়গা কি আদৌ থাকবে কি না।In un mondo immerso nelle nuove tecnologie, dove tablet e lettori di e-book vanno diventando sempre più economici e accessibili a un vasto pubblico, sarà rimasto ancora spazio per i vecchi buoni libri di cartai? Secondo alcuni blogger marocchini la risposta è affermativa e la tecnologia ce lo conferma.
3কিছু মরোক্কোন ব্লগারের কাছে এই প্রশ্নের উত্তর হচ্ছে “হ্যা থাকবে” এবং সেই প্রযুক্তি আছে তাদের কথাটি সত্যি প্রমাণের জন্যে। মাই সামার উইথ আ বুক (বই নিয়ে গ্রীষ্মের ছুটি কাটানো) একটি অনলাইন উদ্যোগ যা কয়েক সপ্তাহ আগে মরোক্কোর ব্লগাররা শুরু করে।My Summer With a Book (La mia estate con un libro) è un'iniziativa online lanciata un paio di settimane fa da diversi blogger tramite una piattaforma di blogging [ar] e una pagina su Facebook aperta a tutti [ar], per invitare la gente a condividere le proprie esperienze di lettura:
4একটি ব্লগিং প্লাটফর্ম এবং একটি উন্মুক্ত ফেসবুক পেজ হিসেবে এটি পাঠকদের তাদের বই পড়ার অভিজ্ঞতা সবাইকে জানাতে উদ্বুদ্ধ করে।Tendiamo a passare la nostra estate più con gli amici e la famiglia che non in compagnia di un buon libro, sebbene potremmo benissimo riuscire a fare entrambe le cose.
5খুব ভাল, তাহলে কেন এই গ্রীষ্মটি বইয়ের সাথে কাটাই না, যাতে আমরা একে অপরকে বেশী করে বই পড়তে উৎসাহিত করতে পারি।Bene, e se per questa volta passassimo l'estate in giro con un libro?, così potremmo incoraggiarci l'un l'altro a leggere di più.
6বলাই বাহুল্য বই পড়ার অনেক উপকারিতা আছে।Inutile ricordarvi tutti i benefici che può portare la lettura.
7এই কারণে আমরা এই ব্লগটি তৈরি করেছি আপনাদের পঠিত বই সম্পর্কে আপনাদের জ্ঞান ও চিন্তাভাবনা ছড়িয়ে দিতে সহায়তা করার জন্যে।A tal fine abbiamo creato questo blog per diffondere le vostre riflessioni su ciò che avete imparato leggendo i libri che consigliate.
8বইয়ের সাথে গ্রীষ্ম কাটানোEstate con un libro
9এই উদ্যোগের সহ প্রতিষ্ঠাতা ও ব্লগার মারোকিয়া এই সপ্তাহে নতুন এক খেলা শুরু করেছেন।
10তিনি তার সহব্লগারদের তাদের পছন্দের বই সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো জানাতে উৎসাহিত করেছেন..Marrokia, blogger [ar] e co-fondatrice dell'iniziativa, ha avviato un nuovo meme [it], invitando gli amici blogger a condividere le loro preferenze di lettura chiedendo loro…
11আপনারা আপনাদের ছেলেবেলার কোন বইয়ের কথা বিশেষ করে মনে রেখেছেন?Quali sono i libri della tua infanzia che ricordi ancora?
12আপনাদের প্রিয় লেখক কে?Quali sono i tuoi scrittori preferiti?
13কোন লেখকের বই আপনি আর পড়বেন না ঠিক করেছেন?Quali sono gli scrittori che hai deciso di non leggere più?
14আপনি যদি একটি মরুভূমিতে আটকে পরেন তাহলে কোন বই সাথে রাখতে পছন্দ করবেন?Quali sono i libri che porteresti con te se restassi solo nel deserto?
15কোন লেখকের লেখা আপনি এখনও পড়েন নি এবং মনে করেন পড়া উচিৎ?Quali scrittori non hai ancora letto e senti il bisogno di leggere?
16আপনাদের প্রিয় বই কোনগুলো?Quali sono i tuoi libri preferiti?
17আপনি কোন বই পড়ছেন এখন?Che libro stai leggendo?
18আপনি চারজন ব্লগারদের আমন্ত্রণ জানাবেন এবং তাদের বই পড়ার অভিজ্ঞতা সবাইকে জানাতে উদ্বুদ্ধ করবেন।Invia l'invito a quattro blogger per condividere le loro esperienze di lettura con tutti gli altri.
19এই উদ্যোগের প্রতি সমর্থন আসা শুরু করেছে ধীরে ধীরে।Le risposte all'iniziativa hanno appena iniziato a manifestarsi.
20নীচে ব্লগ জগৎ থেকে দৈবচয়ন করে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল।Qui di seguito, [potete leggere] una panoramica di alcune risposte prese a caso dalla blogosfera.
21ছেলেবেলার কোন বই স্মরণ করা:Libri che si ricordano dall'infanzia
22নাজাত লিখেছেন:Da Najat [ar]
23অ্যালিসের অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডার‌ল্যান্ড এবং আ জার্নি টু দ্যা সেন্টার অফ দা আর্থAlice nel paese delle meraviglie [it] e Viaggio al centro della terra [it]
24ইয়ং থটস লিখেছে:Da Young Thoughts [ar]:
25নাবিল ফারুক, যেই লেখকের দা ম্যান অফ দা ইমপসিবল সিরিজের অনেকগুলো আমি পড়েছি, আর ফ্লাওয়ার্স বইটি।Nabil Farouk [en], di cui ho letto la maggior parte dei racconti da Ragol Al Mostaheel (L'uomo dell'Impossibile) e da Flowers (Fiori).
26এছাড়াও আমি জর্জি জিদানের ঐতিহাসিক ঘটনাগুলো পড়েছি।Leggevo anche i racconti storici dello scrittore Georgy Zeidan [en].
27মারোকিয়া লিখেছেন:Da Marrokia:
28মোহামেদ আত্তিয়া আবরাশির গল্পের বই, জুহাকে নিয়ে ছোট গল্প আর অবশ্যই কাইলা আর ডিমনার গল্প।I libri di racconti di Mohamed Attia Abrashi, i racconti brevi su Khoja [Giufà, it] e naturalmente le Favole di Kalila e Dimna [it].
29প্রিয় লেখক:Scrittori preferiti
30ইয়ং থটস লিখেছেন:Da Young Thoughts:
31নাগিব মাহফুজ, ইহসান আব্দুল কুদ্দুস, তৌফিক এল হাকিম আর আইদ আল কার্নি।Naguib Mahfouz [it], Ihsan Abdel Quddous [en], Tawfiq el-Hakim [it] and Aed al-Qarni.
32ফুয়াদ লিখেছেন:Da Fouad [ar]:
33নাগিব মাহফুজ, তৌফিক এল হাকিম, মাহমুদ আল সাদানি।
34এছাড়াও আছে জাকারিয়া তামের, ইয়াহিয়া হাক্কি, মুবারাক রাবি, নাবিল ফারুক, আফিফ আব্দেল ফাত্তাহ তাবারাহ এবং সবশেষে একজন লেখক যিনি আমার জীবন বদলেছেন - আইদ আল কার্নি। মারোকিয়া লিখেছেন:Naguib Mahfouz, Tawfiq el-Hakim, Mahmud al-Saadani [en], oltre a Zakaria Tamer [en], Yahya Haqqi [en], Mubarak Rabi' [en], Nabil Farouk, Afif Abdelfattah Tabarah e ultimo ma non meno importante, un autore che ha cambiato la mia vita, Aed el-Qarni.
35আব্দেলকরিম ঘালেব। নাগিব মাহফুজ।Abdelkrim Ghaleb [en] Naguib Mahfouz Al-Jahiz [en] Abdelmajid Ben Jelloun [en]
36আল জাহিজ। আব্দেলমাজিদ বেন জেলুন।Scrittori che non leggerai mai più
37কোন লেখকের বই আপনি আর পড়বেন না:
38আবীর লিখেছেন:Da Abeer [ar]:
39নাগিব মাহফুজ।Naguib Mahfouz
40খালেদ লিখেছেন:Da Khaled:
41আমর খালেদ।Amr Khaled [en].
42ফুয়াদ লিখেছেন:Da Fouad:
43মোহামেদ চুকরি, যিনি ২০০৩ সালে মারা গেছেন।Mohamed Choukri [it], che è morto nel 2003.
44আমি তার ‘ফর ব্রেড এলোন' আর ‘দা টেন্ট' পড়েছি এবং কেন জানি না সেগুলো অপছন্দ করেছি। মরুভূমিতে আটকে পরলে কোন বই সাথে রাখতে পছন্দ করবেন:Ho letto i suoi libri al-Khubz al-Hafia (Il pane nudo) e Al-Khaima (La tenda) e non riesco ancora a capire perchè non mi sono piaciuti.
45মোহামেদ লিখেছেন: আমি মরুভূমিতে কখনও যাই নি।I libri che porteresti con te se restassi solo nel deserto
46কিন্তু আমার যদি যেতে হত তাহলে একটি আইপ্যাড বা কিন্ডল সাথে নিতাম কারণ সাথে বেশী কাগজপত্র রাখা খুব ঝামেলা।
47কোরান।Da Mohamed:
48নুর আল ইয়াকিন (মুহাম্মাদ নবী (সা:) এর জীবন এবং রুপান্তর নিয়ে বই)Non sono mai stato nel deserto, ma se dovessi [andarci] prenderei un iPad o Kindle per evitare di portare un pesante carico di carta.
49কোন লেখকের লেখা পড়েন নি এবং পড়া উচিৎ মনে করেন:Il Corano [it] Noor al Yaqeen (un libro sulla vita e le tradizioni del profeta Maometto [it])
50আব্দেলহামিদ লিখেছেন: ইউসুফ ইদ্রিস এবং ইওসেফ এল সেবাই।Scrittori che non hai mai letto ma di cui vorresti leggere i libri
51আহলাম মোস্তেঘানেমি।Da Abdelhamid [ar]:
52ইউসেফ জিদান। পাওলো কোয়েলহো।Yusuf Idris [it] e Youssef El Sebai [en].
53গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আপনাদের প্রিয় বইগুলো:Ahlam Mosteghanemi [en] Youssef Ziedan [en] Paulo Coelho [it] Gabriel García Márquez [it]
54সাইদ লিখেছেন:La lista dei vostri libri preferiti
55আবদাল্লাহ লা্রুই এর সকল বই।Da Said [ar]:
56মাহদি এলমান্দ্রিয়া এবং তার কমিউনিকেশন ডায়লগ হাসান আউরিদ এর আ রোমান্স ইন আ লাইফ'স ডন। আব্দেলকরিম ঘেলাবের ডাফনা আল মাদি (অতীতের সমাধি)।Tutti i libri di Abdallah Laroui [en] Mahdi Elmandjra [en] e il suo Communication Dialog (Dialogo per comunicare) A Romance in a Life's Dawn (Una storia d'amore all'alba della vita) di Hassan Aourid Dafna al-Madi (I segreti del passato) di Abdelkrim Ghellab [en] Tartara fawq al-Nīl (Chiacchiere sul Nilo) di Naguib Mahfouz
57নাগিব মাহফুজের আড্রিফ্ট অন দা নাইল
58সাদ এদিন লিখেছেন:Da Saad Eddine [ar]:
59তাহা হুসাইন এর দা ট্রি অফ মিজারি।
60ভিক্টর হুগোর হাঞ্চব্যাক অফ নটরডাম।
61মোহামেদ ডিবের দা বিগ হাউজ। আমিন মালুফের দা গার্ডেন্স অফ লাইট।L'albero della miseria di Taha Hussein [it] Notre Dame de Paris di Victor Hugo [it] La grande maison [La grande casa, it] di Mohammed Dib [it] Le jardins de lumière (Giardini di luce) di Amin Maalouf [it]
62আপনি যেই বই এখন পড়ছেন:I libri che stai leggendo
63হিবো লিখেছেন:Da Hibo [ar]:
64কলিন উইলসনের দা ম্যান এন্ড হিজ মাইন্ড। কারিম আলশাজলির দা এনশান্টিং পার্সনালিটি।Colin Wilson: The Man and his Mind (Colin Wilson [it]: l'uomo e la mente) di Howard F.
65আহলাম মোস্তেঘানেমির মেমরি ইন দা ফ্লেশ। ফুয়াদ লিখেছেন:Dossor The Enchanting Personality (L'incantevole personalità) di Karim al-Shazley Memory in the Flesh (Memoria nella carne) di Ahlam Mosteghanemi
66ড্যান ব্রাউনের দা লস্ট সিম্বল।Il simbolo perduto [it] di Dan Brown [it]
67আবদাল্লাহ লারাউইর পেপার্স। এলিয়াস কানেত্তির দা ভয়েস অফ মারাক্কেশ।Foto di Hisham Almiraat su Flickr, licenza Creative Commons - NonCommercial-ShareAlike 2.0.
68ছবি ফ্লিকার থেকে হিশাম আলমিরাতের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স বাই-এনসি-এসএ লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।