Sentence alignment for gv-ben-20090612-3611.xml (html) - gv-ita-20090610-5384.xml (html)

#benita
1মায়ানমার: এক প্রাচীন প্যাগোডার ভেঙ্গে পড়াMyanmar: morti e feriti per il crollo di un'antica pagoda in restauro
2সম্প্রতি সংস্কার করার সময় মায়ানমারের এক প্রাচীন প্যাগোডা ভেঙ্গে পড়ে।Un'antica pagoda è crollata mentre si trovava in fase di restauro, uccidendo almeno 5 persone e ferendo molti lavoratori e pellegrini.
3এই দুর্ঘটনায় পাঁচজন লোক মারা গেছে এবং অনেক শ্রমিক ও তীর্থযাত্রী আহত হয়েছে।
4ডানোকে প্যাগোডার ভেঙ্গে পড়া অংশ (নিউ এরা জার্নাল থেকে)La Pagoda Danoke crollata (dal New Era Journal)
5১৮০ ফুট উঁচু ডানোকে প্যাগোডা দালা শহরে অবস্থিত, যা ইয়াঙ্গুন বিভাগের ইয়াঙ্গুন নদীর তীরে তৈরি করা হয়েছিল।La Pagoda Danoke, alta 180 piedi (55 metri), è situata nel comune di Dala, che si trova al di là del fiume Yangon, nella Divisione Yangon.
6এই প্যাগোডা নার্গিস নামক ঝড়ের প্রথম ক্ষতিগ্রস্থ হয়, যার জন্যে এর সংস্কার করা হচ্ছিল।L'edificio era rimasta inizialmente danneggiato durante il ciclone Nargis, ed era quindi in fase di restauro.
7২০০৯ সালের মে মাসের সাত তারিখে ডানাকে প্যাগোডায় আমব্রেলা হোস্টিং নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।Proprio il 7 maggio 2009 si era svolta la “cerimonia dell'ombrello”, a cui aveva partecipato la moglie del leader militare, il generale anziano Than Shwe.
8এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল থান শুয়ের স্ত্রী।
9নিউ এরা জার্নাল জানাচ্ছে:Il New Era Journal [bir] ha riportato:
10প্যাগোডার কাছে ডানোকে গ্রামে বাস করা এক বৃদ্ধ মহিলা বলছে, “বেলা প্রায় ২ টার সময় ঘটনাটি ঘটে। প্রথমে প্যাগোডার হিতি-তাও (অলংকার শোভিত চুড়া) ভেঙ্গে পড়ে, যদিও সে সময় জোরে কোন হাওয়া বইছিল না।Un'anziana donna che vive nel villaggio Danoke, nei pressi della pagoda ha detto, “Tutto è successo intorno alle 2 del pomeriggio, prima è crollato il hti-taw (tettoia ornamentale della pagoda), ma ancora non soffiava un vento forte.
11যারা সংস্কারের কাজ করছিল তারা এর চারপাশে বাধা কাঠামোর উপর দাড়িয়ে কাজ করছিল।In quel momento, la squadra di restauro sull'impalcatura ha cercato di sistemare nuovamente il hti-taw crollato.
12তারা ভেঙ্গে পড়া হিতি-তাও ঠিক করার চেষ্টা করছিল।
13প্রায় দশ মিনিট পর আমি একটা আওয়াজ বা গর্জন শুনলাম এবং প্যাগোডার পুরো অংশ ভেঙ্গে পড়লো, ধুলা উড়তে শুরু করলো এবং সবকিছু অন্ধকারে ঢেকে গেল।Circa 10 minuti dopo, ho sentito un boato e l'intera parte superiore della pagoda è crollata, sollevando una nube polvere e tutto è diventato nero.
14আমি ভাগ্যবান, কিন্তু আমার এক ছেলে সেখানে কাজ করছিল। সে মাথায় আঘাত পায় এবং অন্যটি ছেলেটির হাত ক্ষতবিক্ষত হয় এবং সে পিঠে ব্যাথা পায়।Sono stata fortunata, ma uno dei miei figli che stava lavorando si è ferito alla testa, e un altro mio figlio ha un livido sulla spalla e la schiena dolorante.”
15প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সে সময় সেখানে প্রায় ১০০ জন লোক ছিল। যার মধ্যে ছিল সংস্কার করা শ্রমিকের দল, শনি ও রোবাবারে যার প্যাগোডায় স্বেচ্ছা শ্রম দেয় তারা।Dei testimoni hanno raccontato che c'erano circa 100 persone alla pagoda in quel momento, tra cui la squadra di restauro e i volontari che si presentano il sabato e la domenica.
16নৌবাহিনীর কর্মকর্তারা সেদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল এবং তাদের মধ্যে অনেকে আহত হয়েছিল।Tra loro c'erano ufficiali della Marina che stavano facendo volontariato alla pagoda, e anche molti di loro sono rimasti feriti.
17একজন প্রত্যক্ষদর্শী নিউ এরা জার্নালকে জানায়:Un testimone ha spiegato al New Era Journal:
18প্যাগোডা সংস্কারের চুড়ান্ত পর্যায়ে ছিল। তাকে সোনার পাতা দিয়ে মুড়ে দেবার জন্য তৈরী করা হচ্ছিল।“La Pagoda si trovava nella sua ultima fase, pronta ad essere ricoperta di foglie dorate, quindi c'erano molte persone sull'impalcatura.
19কাজেই সেখান থেকে লাফ দেওয়া এবং পালানো কঠিন কাজ ছিল।Perciò è stato difficile saltar giù e scappare.
20পাথরের টুকরোর নীচে প্রায় পঞ্চাশজন লোক আটকে ছিল।Ci sono ancora almeno 50 persone intrappolate sotto le macerie.
21পঞ্চাশজন আহত ব্যাক্তিকে আহত হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।Circa 50 feriti sono stati trasportati all'ospedale.”
22ঘটনাস্থলে উপস্থিত একজন রেডক্রস কর্মী বলেন:Un volontario della Croce Rossa che si trovava sulla scena, ha detto:
23যতদুর জানা যায় পাঁচজন এই ঘটনায় মারা গেছে।“Finora ci sono stati 5 morti.
24তাদের মৃতদেহ ইতিমধ্যে বের করে আনা হয়েছে।I corpi sono già stati portati via.
25কিছু লোক তখনও চাপা পড়েছিল এবং আমরা তাদের বাঁচানোর চেষ্টা করি।Ci sono ancora persone sepolte e stiamo cercando di salvarle.”
26উপরের উদ্ধৃতিটি নিউ এরা জার্নাল থেকে অনুবাদ করেছেন লেখক নিজে।Le citazioni riportate sopra, riprese dall'articolo del New Era Journal, sono state tradotte dall'autore.
27মুল লেখাটি বার্মিজ ভাষায় লেখা হয়েছে।L'articolo originale era scritto in lingua Birmana.