Sentence alignment for gv-ben-20121211-33579.xml (html) - gv-ita-20121209-70953.xml (html)

#benita
1ফ্যাসিবাদবিরোধিতা হাঙ্গেরীকে ঐক্যবদ্ধ করেছেUngheria: l'anti-fascismo riunisce il Paese
2২রা ডিসেম্বর রবিবার বুদাপেস্টে হাজার হাজার হাঙ্গেরীয় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছিল।Domenica due dicembre migliaia di cittadini hanno dato vita a Budapest a una manifestazione di protesta contro l'anti-semitismo.
3ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিবিদরাও হাঙ্গেরীয় সংসদে প্রায় ১৭ শতাংশ আসনের অধিকারী অতি-ডানপন্থী জব্বিক পার্টির সদস্য মার্তন গিয়োনগিয়োসির একটি বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।Vi hanno partecipato anche alcuni politici dei gruppi di maggioranza e dell'opposizione, condannando le discutibili osservazioni del parlamentare Márton Gyöngyösi, esponente del partito di estrema destra Jobbik [it], che occupa quasi il 17% dei seggi parlamentari.
4২৬শে নভেম্বর তারিখে গিয়োনগিয়োসি “ইহুদি দেরকে জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি হিসেবে তালিকাতে নথিভুক্ত করা”র আহবান জানিয়েছেন। এটা ছিল এধরনের দ্বিতীয় সমাবেশ।Il 26 novembre, Gyöngyösi aveva proposto [en, come i link successivi, tranne ove diversamente indicato] “la compilazione di una lista di ebrei, poiché rappresentano una minaccia per la sicurezza nazionale“.
5প্রথমটি হয়েছিল ২৭শে নভেম্বর তারিখে। তবে কোথাও মাত্র কয়েক শ'র বেশি মানুষ অংশগ্রহণ করেনি।Un'analoga manifestazione si era svolta [en] il 27 novembre, pur se con una presenza ridotta: poche centinaia di persone.
6জেরুজালেমের জন্যে একত্রিত সকলে নামের একটি ফাউন্ডেশন ২রা ডিসেম্বরের বিক্ষোভটি [হাঙ্গেরীয় ভাষায়] সংগঠিত করে। রয়টার্স অনুসারে এটি ১০,০০০ এর কাছাকাছি জনসমাবেশ সৃষ্টি করেছে।La fondazione All Together For Jerusalem ha organizzato la protesta svoltasi il due dicembre [hu] a cui, secondo la Reuters, hanno preso parte circa 10.000 persone.
7(হাঙ্গেরীয় পুলিশের হিসেব অনূসারে [হাঙ্গেরীয় ভাষায়] তুলনা করতে গেলে, জাতীয় ছুটির দিনে সরকার-সংগঠিত ইভেন্টে উপস্থিত ছিল আনুমানিক ১লক্ষ ৫০হাজার, নাগরিক আন্দোলনের প্রতিবাদে ২০হাজার আর অতি-ডান পার্টির সমাবেশে এসেছিল হাজার দুয়েক জনগণ।)(Per correttezza, secondo le stime della polizia ungherese [hu], nella giornata della festa nazionale in ottobre, evento organizzato dal governo, aveva raccolto circa 150.000 persone, mentre 20.000 si sono presentate per il movimento di protesta civico e qualche migliaio hanno preso parte alla manifestazione dell'estrema destra).
8গিয়োনগিয়োসি পরে তার বক্তব্যের জন্যে ক্ষমা চেয়েছেন, কিন্তু হাঙ্গেরীতে অতি-ডানপন্থার উত্তরোত্তর বৃদ্ধি সম্পর্কে জনগণের মধ্যে বিতর্কটি আবার উঠে এসেছে - এবং এটা হাঙ্গেরীয় জাতিকে অনেকটাই সংঘবদ্ধ করে ফেলেছে।Gyöngyösi si è in seguito scusato per le osservazioni fatte, mentre si riaccendeva il dibattito pubblico sul crescente consenso per i partiti di estrema destra - rivelando in qualche modo una certa unità nel Paese.
9কোপ্পানি মোন্দিঅ ব্লগের কোপো লিখেছেন [হাঙ্গেরীয় ভাষায়] যে এটাই সংসদে জোব্বিকের শেষ চমৎকারিত্ব:Secondo Kopó [hu] l'accaduto mette fine all'ipocrisia dimostrata da Jobbik in Parlamento:
10[…] তিনি [গিয়োনগিয়োসি] একজন নাৎসী না হলে এরকম কিছু বলতেন না।[…] Se [Gyöngyösi] non fosse un nazista, non se ne uscirebbe con dichiarazioni simili.
11জোব্বিক একটি নাৎসী দল না হলে তারা তাকে দুয়ো দিতো, অথবা অন্ততঃ তার থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতো, এবং দল থেকে তাকে অযোগ্য ঘোষণা করতো।Se Jobbik non fosse un partito di nazisti, Gyöngyösi sarebbe stato stigmatizzato o sarebbe almeno stato distanziato ed espulso dal partito.
12কিন্তু এরকম কিছু হয়নি।Ma nulla del genere è accaduto.
13কারণ মার্তন গিয়োনগিয়োসি একজন নাৎসী(বাদী) এবং জোব্বিক একটি নাৎসী দল। […]Perché Márton Gyöngyösi è un nazista, e Jobbik un partito di nazisti. […]
14একটি গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠানের (আইডিয়া) বালাশ বোজকেই তার ব্লগের একটি পোস্টে [হাঙ্গেরীয় ভাষায়] বিস্ময় প্রকাশ করেছেন কেন ৩৮৬জন সাংসদের কেউ “অন্ধকার তাদের গ্রাস করা”র সময় (অর্থাৎ গিয়োনগিয়োসি তার কুখ্যাত বিবৃতি প্রদানের সময়) কক্ষ ত্যাগ করেনি।In un post sul suo blog [hu], Balázs Böcskei, membro dell'Istituto per un'Alternativa Democratica (IDEA), si chiede perché nessuno dei 368 parlamentari presenti abbia lasciato la seduta quanto “l'oscurità è calata su di loro” (ovvero, quando Gyöngyösi ha rilasciato l'incriminata dichiarazione).
15হাঙ্গেরীয় স্পেকট্রাম ঘটনার একদিন পরে ২৭শে নভেম্বর তারিখে লিখেছে সভাপতিত্বকারী বক্তাসহ চারজন এমপি তাদের পোশাকে ডেভিডের হলুদ তারকা পরিধান করে সংসদে প্রতিবাদ করেছিল - এবং কিছু কিছু প্রতিবাদকারী একই কাজ করেছিল সেই একইদিনে বাইরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের পাশাপাশি ২রা ডিসেম্বরের সমাবেশটিতে।Sul blog Hungarian Spectrum si legge che, il 27 novembre, ovvero il giorno successivo all'accaduto, quattro parlamentari, tra cui il Presidente dell'Assemblea Nazionale, si sono presentati in aula con la stella di David sul petto in segno di protesta. Lo stesso hanno fatto alcuni dimostranti all'esterno, durante una manifestazione che ha avuto luogo il giorno stesso, come anche in quella del due dicembre.
16একজন প্রতিবাদকারীর পোশাকে ডেভিডের একটি হলুদ তারকা। ২রা ডিসেম্বর, ২০১২.La stella di David gialla affissa sul cappotto di un dimostrante.
17ছবি, রেডজেড। অনুমতি নিয়ে ব্যবহৃত।02/12/2012. Foto pubblicata su concessione di Redjade.
18২রা ডিসেম্বরের সমাবেশটিতে উল্লিখিত রাজনীতিবিদরা জনতার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন: ক্ষমতাসীন রক্ষণশীল ফিড্যাছ পার্টির উপদলীয় একংশের নেতা আন্তাল রোগান; সাবেক ‘ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী' গর্ডন বাজনাই এবং সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান আত্তিলা মেস্টারহ্যাজি।Durante la manifestazione del due dicembre, alcuni politici si sono rivolti alla folla: Antal Rogán, leader dissidente del partito conservatore Fidesz Party, attualmente in carica al governo, l'ex primo ministro pro tempore Gordon Bajnai [it], e il presidente del Partito Socialista Attila Mesterházy.
19বৃহত্তম হাঙ্গেরীয় অনলাইন নাগরিক আন্দোলন ‘প্রেস ফ্রিডম ইন হাঙ্গেরীতে সংবাদমাধ্যমেরস্বাদীনতার জন্যে এক মিলিয়ন' [হাঙ্গেরীয়, ইংরেজি ভাষায়] তাদের ব্লগে [হাঙ্গেরীয় ভাষায়] উল্লেখ করেছে যে দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে হাঙ্গেরীয়দের চিন্তা করার সময় এসেছে:Il più grande movimento civico online del Paese, “Un milione per la libertà di stampa in Ungheria” [hu, en], riporta sul proprio blog [hu] che è giunto il momento che gli ungheresi inizino a pensare alla situazione creatasi nel Paese:
20[…] যৌথ প্রতিবাদটি শুধু অন্ধকারতম সময়কে ডেকে আনা নাৎসী বক্তব্যের বিরুদ্ধে আমাদের ধিক্কার এবং তীব্র নিন্দা জ্ঞাপনের একটি ভাল সুযোগ ছাড়াও আমাদের) নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার একটি সুযোগ: কেন এবং কিভাবে হাঙ্গেরী এতটা দূর চলে এসেছে যে আজকে শিক্ষিত বিশ্ব বুদাপেস্টে সংসদে যা ঘটছে তার মর্মাহত পর্যবেক্ষক মাত্র। […][…] La protesta congiunta non solo è una buona opportunità per esprimere l'indignazione e denunciare fermamente la retorica nazista, retaggio di un'epoca buia, ma rappresenta anche un'occasione per porci questa domanda: perché e in che modo l'Ungheria è giunta a questo, al punto che il mondo civilizzato osserva scioccato quello che succede nel parlamento di Budapest. […]
21২রা ডিসেম্বর সমাবেশের বিক্ষোভকারীরা।DManifestazione del due dicembre.
22ছবি, রেডজেড। অনুমতি নিয়ে ব্যবহৃত।Foto di Redjade, ripresa con permesso.
23ক্যাত্তোস মিয়েরছে (দ্বৈতমান)-এর ব্লগাররা উল্লেখ করেছে [হাঙ্গেরীয় ভাষায়] যে বক্তারা হাঙ্গেরীর রোমা অথবা এলজিবিটিকিউ (লেসবিয়ান, সমকামী, উভকামী, হিজড়া, অস্বভাবী যৌনাচার) সংক্রান্ত বিষয়ে খুব কমই কথা বলেছে।Gli amministratori del blog Kettős Mérce puntualizzano [hu] che gli intervenuti hanno appena accennato i problemi riguardanti la comunità Rom e i gruppi omosessuali e trans-genere - lasciando anche intendere che la colpa dell'attuale situazione pesa sulle spalle di tutti i partiti politici:
24ব্লগাররা এছাড়াও বর্তমান পরিস্থিতির জন্যে দেশে সকল রাজনৈতিক দলকে দায়ী করার ইঙ্গিত দিয়েছে:
25[…] এবং হাঙ্গেরীয় দক্ষিণপন্থী অংশ এবং রক্ষনশীলরা কী ধরনের ভুল করার কারণে হাঙ্গেরীকে এতদূর এসেছে সে বিষয়ে অনেক কথা বলা হচ্ছে; তবে এটা দু:খজনক যে হাঙ্গেরীয় বামপন্থী এবং উদারদের ভুলের কথা খুব কমই উল্লেখ করা হয়েছে।[…] E, nonostante siano state spese molte parole sul tipo di errori commessi dalla destra ungherese e dai conservatori, si è comunque arrivati a questo punto; è tuttavia triste che le responsabilità della sinistra e dei liberali siano state appena accennate.
26তারপরেও (এখনো) তাদের দায়-দায়িত্ব রয়েছে!La colpa è di entrambe le parti!
27পরবর্তীতে কেউ বৈষম্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আমরা আশা করি এই জিনিসগুলো তাদের মনে আসবে, তখন আমরা এমনকি আরো ভাল করে একটি প্রতিবাদে অংশগ্রহণ করার সুযোগ পাবো।Se ci sarà un'altra manifestazione contro la discriminazione e il fascismo, speriamo che tengano a mente queste osservazioni, così potremo assistere a una protesta migliore.