# | ben | ita |
---|
1 | ২০১৪ সালের ১৩তম সপ্তাহে রুশ ভাষার সেরা ১০টি টুইট | Russia: i 10 tweet più letti della settimana, 22 – 28 marzo 2014 |
2 | রুশ টুইটাস্ফেয়ারের সেরা টুইটসমূহ, ছবি বিন্যাস লেখকের | Top ten dei tweet in russo. Fotomontaggio di Kevin Rothrock. |
3 | | Si apre oggi una nuova serie promossa da RuNet Echo, che ogni settimana presenterà una carrellata dei 10 tweet in russo più letti, in una panoramica realizzata appositamente per i lettori di Global Voices. |
4 | | La classifica viene redatta utilizzando le selezioni del portale d'informazione Tjournal.ru, la cui sezione “tweet” viene aggiornata in tempo reale [ru, come i link a seguire, tranne dove diversamente indicato]. |
5 | আজ থেকে রুনেট ইকোতে নতুন এক ধারাবাহিকের যাত্রা শুরু হল, যা প্রতি সপ্তাহে রুশ ভাষার টুইটারস্ফেয়ারে আসা সেরা পোস্ট নিয়ে। | #10 - Un proprietario centenario per una macchina d'epoca. Quest'uomo ha 102 anni. |
6 | প্রতি শুক্রবার রুনেট ইকো রুশ ভাষার সেরা দশটি টুইট সংগ্রহ করবে এবং সম্মিলিত ভাবে সেগুলো গ্লোবাল ভয়েসেস-এর পাঠকদের কাছে হাজির করবে। | Da 82 guida sempre la stessa macchina. Una Rolls-Royce del 1928. |
7 | টিজার্নাল রু-এর গাণিতিক হিসেবের মাধ্যমে প্রাপ্ত “সেরা টুইট”- থেকে এই সকল টুইট নির্বাচন করা হবে এবং এখানে রিয়েলটাইমে সেগুলো হবে সহজলভ্য ও সদ্যপ্রাপ্ত। | #9 - Umorismo macabro. I consensi per Putin hanno raggiunto l'80%. per arrivare al 100%, bisognerà fucilare o arrestare il restante 20%. |
8 | #১০-একজন প্রবীণ এবং তার পুরোনো গাড়ি। | #8 - Bush, Obama, and Putin: crimini di guerra a confronto. |
9 | এই ব্যক্তির বয়স ১০২ বছর এবং তিনি ৮২ বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন। | (Donne, bambini e anziani uccisi. Civili uccisi in guerre inutili. |
10 | ১৯২৮ সালের একটি রোলস রয়েস। | Nazioni bombardate. |
11 | #৯-গণহত্যা বিষয়ক একটি রসিকতা | Governi rovesciati. |
12 | পুতিনের অনুমোদন-এর তালিকা ৮০ শতাংশে উন্নিত হয়েছে। | Carceri dove si tortura. |
13 | এটিকে শতভাগে নিয়ে যেতে হলে অবশিষ্ট ২০ শতাংশকে গুলি অথবা গ্রেফতার করতে হবে। | Nazioni minacciate di azioni militari. |
14 | # ৮-বুশ, ওবামা এবং পুতিনের যুদ্ধাপরাধের তুলনা করা (কতজন নারী, শিশু এবং প্রবীণ ব্যক্তি খুন হয়েছে। | Tentativi di destabilizzare un Paese con “rivoluzioni colorate. ”) |
15 | অপ্রয়োজনীয় যুদ্ধে কতজন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে, কতগুলো দেশে বোমা ফেলা হয়েছে, সরকার উৎখাত করা হয়েছে, কারাবন্দীদের অত্যাচার করা হয়েছে, সামরিক অভিযানের হুমকির ভয় দেখানো হয়েছে, “কালার রেভ্যুলুশন” নামক অহিংস বিপ্লবের নামে বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।”) | |
16 | অকস্মাৎ!( | All'improvviso! |
17 | দেখা যাচ্ছে এর গোড়াটা জার্মানীতে @ফাদারল্যান্ড) | (L'originale in tedesco via @Fatherland.) |
18 | #৭-রাশিয়ার ক্রীড়াপ্রেমীরা ইউক্রেনের পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছে | #7 - In Russia gli appassionati di sport tifano per l'Ucraina. |
19 | ওহ, ফুটবল দল জেনিথ সেন্ট পিটার্সবার্গ-এর সমর্থকরা ইউক্রেনের সমর্থনে একটি ব্যানার উন্মোচন করছে। | Caspita, i fan della squadra di calcio Zenit San Pietroburgo hanno srotolato uno striscione pro Ucraina. |
20 | #৬ -মস্কোর আইন প্রণেতারা বিপজ্জনক ব্লগারদের কারাগারে সময় কাটানোর বিষয়টি বিবেচনা করছে। | #6 - Il carcere come possibile deterrente per blogger inopportuni. |
21 | মস্কোর নগর পরিষদের আইন প্রণেতারা সেই সমস্ত ব্লগারদের জন্য চার বছরের কারাদণ্ডের প্রস্তাব করছে, যারা ক্রিমিয়া বিষয়ে রুশ সিদ্ধান্তের বিরোধিতা করবে। | I membri del consiglio comunale di Mosca hanno proposto di punire con quattro anni di carcere i blogger che contestano le decisioni [russe] relative alla Crimea. |
22 | #৫ -রাশিয়ার একমাত্র স্বাধীন টেলিভিশন স্টেশন তার “নিজেকে বাঁচাও (এসওএস)” নামক অর্থ সাহায্যের দীর্ঘ আবেদন প্রচার করছে। | #5 - L'ultima emittente russa indipendente lancia un telethon per scongiurare la chiusura. |
23 | এই মূহুর্তে আপনি কি ভাবে আমাদের সাহায্য করতে পারেন? | Come puoi aiutarci? |
24 | ১) আপনার সকল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে এই লিঙ্কটি ছড়িয়ে দিন, ২)এই টুইটটি পুনরায় টুইট করুন। | 1) Condividi questo link nei social 2) Rilancia questo tweet. |
25 | #৪ -ক্রিমিয়ার কার্যত প্রধানমন্ত্রীর ভুয়া টুইটার একাউন্ট থেকে ইয়ুলিয়া তিমোশেঙ্কোর ধারণ করা একটি ফোন কল ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি জাতিগত রুশদের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। | #4 - Il finto account Twitter del Primo ministro de facto della Crimea rilancia la registrazione di una conversazione telefonica in cui Yulia Timoshenko avrebbe usato espressioni volgari nei confronti dei russi. |
26 | গুরুত্বপূর্ণ বিষয়! | Importante! |
27 | তিমোশেঙ্কো রুশ ভাষায় রুশদের সম্বন্ধে [কথা] বলছে। | Timoshenko [parla] dei russi in russo. |
28 | #৩-ক্রিমিয়ার বেশ জনপ্রিয় অ্যাটর্নি জেনারেল নাতালিয়া পকলোনস্কায়ার ভুয়া টুইটার একাউন্ট থেকে আসা কঠিন বাক্য। | #3 - Natalia Poklonskaya, procuratore generale della Crimea, alza i toni. |
29 | হঠাৎ যদি তারা [আমার] খোঁজ করা শুরু করে আর যদি [আমাকে] না পায়, তাহলে বোকাদের জানিয়ে দাও আমি প্রতিদিন [আমার কর্মস্থল] সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত, ২১ সেভাস্তাপোল সড়কে থাকি, আমার টেলিফোন নাম্বার ৫১-৮৪-২৬। | Se improvvisamente qualche idiota dovesse cercarmi senza trovarmi, fategli sapere che sono qui [al lavoro] ogni giorno, dalle 8 del mattino alle 10 di sera al numero 21 della Sevastopol'skaya, telefono 51-84-26. :) |
30 | #২-রাশিয়ার সেরা রাজনৈতিক ব্লগার আলেক্সি নাভালনি, অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করেছে যা রাশিয়ার শাসক দলের দূর্নীতি উন্মোচন করেছে। | #2 - L'elogio di Alexey Navalny al giornalismo investigativo che smaschera la corruzione della classe politica russa. |
31 | যদি আপনারা চান রাশিয়ার সকল সংবাদপত্র এই ধরনের খবরের শিরোনাম করে, তাহলে এটি পুনরায় টুইট করুন, [সংবাদপত্রের শিরোনাম, “সংযুক্ত রাশিয়ার সদস্যদের প্রসাদ”] | Rilanciate, se volete che tutti i giornali in Russia abbiano titoli come questo. [In prima pagina, “I palazzi dei membri di Russia Unita. ”] |
32 | #১-রেইন টিভির মালিক,আলেকজান্ডার ভিনোকুরভ রাশিয়ার সংখ্যালঘু নাগরিকদের সমবেত করার চেষ্টা করছে, যারা প্রচার মাধ্যমে সেন্সরশিপের বিরোধীতা করছে। | #1 - L'appello di Aleksandr Vinokurov, proprietario di TV Rain, ai russi che sono contro la censura dei media. |
33 | ৭০ শতাংশ নাগরিক মনে করে যে প্রচার মাধ্যমে তথ্য বিকৃতি করা সঠিক একটি কাজ যদি রাষ্ট্রীয় উদ্দেশ্য করা হয় [জরিপের ফলাফলের লিংক]। | Il 70% dei russi ritiene che sia ammissibile distorcere l'informazione per il bene dello Stato. |
34 | যদি এই বিষয়ে আপনি দ্বিমত পোষণ করে থাকেন তাহলে এটি পুনরায় টুইট করুন। | [Link ai risultati del sondaggio.] Rilanciate se non siete d'accordo. |