# | ben | ita |
---|
1 | ছবিতে ম্যানিলার শহুরে দরিদ্র্য মানুষের জীবন | FOTO: la vita in una comunità urbana povera di Manila |
2 | পরিত্যক্ত মাঠে একজন বৃদ্ধ। | Un uomo in una proprietà abbandonata. |
3 | ফিলিপিনো স্ট্রিট ফটোগ্রাফার্স-এর বেশ কিছু সদস্যকে সাথে নিয়ে ফটোওয়াকে গিয়েছিলেন মার্ক জেড স্যালুদেজ। | Insieme a Filipino Street Photographers (Fotografi di Strada Filippini), Mark Z. |
4 | ম্যানিলার পুব দিকের উপশহর মান্দালিউয়ং ঘুরে দেখেছেন শহুরে দরিদ্র্য মানুষের জীবন। | Saludes ha realizzato un percorso fotografico [en] in una comunità urbana povera a Mandaluyong, un sobborgo a est di Manila. |
5 | ম্যানিলা শহরে ‘উন্নয়ন প্রকল্প' এবং আবাসন খাতে বিনিয়োগ বাড়ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরিতলের চিত্র তুলে ধরে। | Nell'area metropolitana di Manila i “progetti per lo sviluppo” e gli investimenti immobiliari sono in aumento e sono spesso indicati come prove concrete della crescita economica. |
6 | অবশ্য ফিলিপাইনকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। | Infatti, le Filippine sono state recentemente citate fra le economie in più rapida crescita della regione Asia-Pacifico. |
7 | অন্যদিকে সরকারি কর্মকর্তারা মাঝে মধ্যেই যেসব অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরেন, সেগুলোতে দেশটির দারিদ্র্য'র বিষয়টি উঠে আসে না। এমনকি তাতে ম্যানিলার মতো শহরের দারিদ্র্যের চিত্র উঠে আসে না। | Tuttavia, la maggior parte delle impressionanti statistiche, citate spesso dai funzionari del governo, non riflettono sempre la povertà che persiste nel Paese e anche in centri urbani come Manila. |
8 | দেশটির অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও ম্যানিলা শহরে হাজার হাজার মানুষ অবৈধভাবে বস্তিতে বাস করেন। | Nonostante i progressi a livello nazionale, Manila continua ad essere il luogo di residenza di centinaia di migliaia di abitanti irregolari [en]. |
9 | শহরের এই দরিদ্র মানুষেরা সবসময়ই হুমকির মুখে থাকেন, এই বুঝি তাদের বস্তিঘর ভেঙ্গে ‘উন্নয়ন প্রকল্প' হাতে নেয়া হলো। | Queste comunità urbane povere sono sempre minacciate dalle demolizioni volte a dare spazio ai “progetti per lo sviluppo”. |
10 | যদিও সরকারের তরফ থেকে পুনর্বাসনের সুযোগ দেয়া হয়ে থাকে। | |
11 | তবে বেশিরভাগ মানু্ষ শহরের ভিতরে কিংবা শহরের কাছাকাছি বাসায় থাকাটাকে অগ্রাধিকার দেন। কারণ এতে করে স্কুল, হাসপাতালসহ অন্যান্য সেবা পেতে সুবিধা হয়। | Il governo offre un programma di trasferimento verso nuove abitazioni, ma molte famiglie preferiscono [en] rimanere nelle proprie case, chiedendo un programma abitativo all'interno della città o vicino ad essa, per poter avere accesso a scuole, ospedali e altri servizi. |
12 | স্যালুদেজের ছবিতে মান্দালিউয়ং-এর শহুরে দরিদ্র্য মানুষের এক টুকরো জীবনচিত্র উঠে এসেছে। | Le foto di Saludes offrono uno sguardo sulla vita in una comunità povera a Mandaluyong [ph]. |
13 | অচিরেই এই দরিদ্র্য মানুষগুলো উত্খাত হয়ে যাবে। | Una comunità che presto potrebbe venire distrutta. |
14 | স্যালুদেজের অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস তার কিছু ছবি প্রকাশ করছে। | Global Voices ripubblica alcune di queste foto con il permesso del fotografo, Mark Z. Saludes. |
15 | নিজের ঝুপড়িতে এক বৃদ্ধ। | Un anziano nella sua baracca |
16 | ঘরের চাল যেন ধ্বসে না যায়, সেজন্য কাঠের টুকরো এবং পুরোনো টায়ার দিয়ে ঠেক দেয়া হয়েছে। | Pezzi di legno e vecchi pneumatici sono spesso usati per evitare la caduta del tetto. |
17 | চকলেট-সিগারেটের দোকানের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এক শিশু। | Un bambino osserva attraverso una piccola finestra di una bottega che vende dolciumi e sigarette |
18 | নাপিতের দোকানে সামনে লেখা: হ্যান্ডসাম হওয়ার রহস্য! | L'insegna del barbiere dice: Segreto del Bello |
19 | এসএম টুপি পরে আছেন এক দরিদ্র মানুষ। | Un uomo veste un berretto della SM. |
20 | ফিলিপাইনের সবচে' ধনী ব্যবসায়ী এসএম-এর মালিক। | SM è di proprietà del più ricco uomo d'affari delle Filippine. |
21 | লোকটির পেছনে ক্যাম্বিজ কাপড়ে কিছু নির্মাণ কাজের ছবি দেখা যাচ্ছে। | Dietro all'uomo, una tela con alcuni progetti di costruzione |
22 | *সবগুলো ছবিই মার্ক জেড স্যালুদেজের সৌজন্যে প্রাপ্ত। | *Tutte le foto sono pubblicate con l'autorizzazione di Mark Z. Saludes |