# | ben | ita |
---|
1 | আফ্রিকার খাদ্য প্রেমীদের জন্য পাঁচটি ইউটিউব চ্যানেল | Africa: cinque canali di YouTube per amanti del cibo |
2 | গ্লোবাল ভয়েসেস অনলাইনে ফেব্রুয়ারি মাসকে খাদ্য মাস হিসাবে আমাদের উদযাপনের অংশ হিসাবে, আফ্রিকান খাবার কিভাবে রান্না করতে হয় তা জানাতে পাঁচটি মজাদার ইউটিউব ভিডিও চ্যানেল সম্পর্কে আপনাদের এখানে তথ্য দিচ্ছি। | In occasione della celebrazione del Food Month (mese del cibo) durante questo Febbraio su Global VoicesOnline, vi proponiamo di visitare questi cinque canali YouTube sulla preparazione di deliziose pietanze africano: |
3 | এই পাঁচটি ভিডিও চ্যানেলগুলো এবার দেখে নিনঃ ১। নাইজেরিয়ান খাবার চ্যানেল: | 1. Canale sul cibo Nigeriano [en, come tutti i link successivi] |
4 | নাইজেরিয়ান স্যুপ রেসিপি, নাইজেরিয়ান জলখাবার রেসিপি এবং আরও অনেক কিছু। | Ricette di zuppe nigeriane, di snack nigeriani e molto altro ancora. |
5 | নাইজেরিয়ান খাবার রেসিপিগুলো ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক স্বীকৃতি লাভ করছে এবং আমি সহজ ধাপে ধাপে সুস্বাদু নাইজেরিয়ান খাবার রেসিপি শেয়ার করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পেরে আমরা গর্বিত। | Le ricette delle pietanze nigeriane stanno acquistando sempre maggior rilevanza mondiale, e sono molto orgoglioso di poter usufrire di questa piattaforma per far condividere le gustose ricette Nigeriane, in facili tappe. |
6 | নীচের ভিডিওটি ইফো এলিগুসি নামের হরেক রকম মাংসের সাথে তরমুজের বীজ দিয়ে তৈরি একটি নাইজেরিয়ান স্যুপ রান্নার পদ্ধতি দেখিয়ে দিচ্ছে: | Il video seguente dimostra come cucinare la pietaza nigeriana chiamata Efo Elegusi, una zuppa fatta con semi di melone macinati con pezzi di carne assortiti: |
7 | ২। আফ্রো খাবার টিভি: | 2. Televisione sul Cibo Africano (Afro Food TV) |
8 | এখনই সদস্য হোন এবং একজন শেফের মতো করে দেখুন। অতিথিসেবিকা ইয়াতি ইজানি, আপনাকে আফ্রিকার ভোজনরসিকদের একটি যাত্রায় নিয়ে যাবেন। | Effettuate ora la sottoscrizione per vedere come la chef ed albergatrice Yeti Ezeanii vi condurra per l'itinerario dei piaceri d'Africa. |
9 | বিভিন্ন আফ্রিকান দেশ এবং অঞ্চলের জনপ্রিয় রেসিপি সম্পর্কে এখানে জানুন এবং আফ্রিকান রন্ধনপ্রণালীর সঠিক প্রস্তুতি রপ্ত করুন। | Potrete imparare le ricette di svariati paesi e regioni africani e la corretta preparazione dei piatti della cucina africana. |
10 | নীচের ভিডিওটি পিলাউ রান্নার পদ্ধতি দেখাচ্ছে: | Il video seguente mostra come preparare il pilau: |
11 | পূর্ব আফ্রিকার একটি রাইস ডিশ হচ্ছে পিলাউ এবং আফ্রিকান রন্ধন প্রণালীতে ভারতীয় প্রভাবের একটি উজ্জ্বলতম উদাহরণ। | Il Pilau, una pietanza di riso dell'Africa Occidentale e magnifico esempio dell'influenza indiana sulla cucina africana. |
12 | এটি তান্জানিয়ার জাতীয় খাবার। | E' il piatto nazionale della Tanzania. |
13 | ৩। কাদি রেসিপি: | 3. Le ricette di Kadi |
14 | আমি আফ্রিকান খাবার রান্না করি এবং খাই। | Io preparo e mangio cibo africano. |
15 | আমার চ্যানেলে আপনি সহজ, সুস্বাদু এবং সহজে অনুসরণ যোগ্য আফ্রিকান খাবার রেসিপি পাবেন। | Nel mio canale troverete semplici, deliziose e facili Ricette Africane. |
16 | প্রায় সব আফ্রিকান দেশর রন্ধনপ্রণালী আপনি এখানে খুঁজে পাবেন। | Incontrerete le cucine di quasi tutti i paesi africani. |
17 | তাই আমার চ্যানেলে যোগ দিন এবং আফ্রিকান খাবার সম্পর্কে আরও অনেক কিছু জানুন। | Unitevi a me nel mio canale, e scoprirete di più sul cibo africano. |
18 | নীচের ভিডিওটিতে স্মোকড মাছ দিয়ে কিভাবে চিনাবাদাম স্যুপ তৈরি করা যায় তা দেখানো হয়েছে: | Il video seguente mostra come preparare la zuppa di noccioline con pesce affumicato: |
19 | ৪। তানজানিয়ার স্বাদ আস্বাদন: | 4. I sapori della Tanzania |
20 | এই চ্যানেলটি আপনাকে তানজানিয়ার স্বাস্থ্যকর এবং সহজ রেসিপি সম্পর্কে জানাবে এবং কখনোসখনো পূর্ব আফ্রিকার অন্যান্য দেশরও তথ্য থাকবে। | Questo canale vi porterà attraverso le semplici e sane ricette dalla Tanzania, ed occasionalmente, anche da altri paesi. |
21 | তাঞ্জনিয়ার রেসিপি অনেকটা সোয়াহিলির রেসিপির মতই। | Le ricette tanzanesi sono identiche a quelle swahili. |
22 | এখানে আপনি সোয়াহিলির রান্না পদ্ধতি শিখতে পারবেন এবং এছাড়াও আমি প্রতিটি রেসিপি সম্পর্কে আরও তথ্য সরবরাহ করতে পারব। | Potrete apprendere la cucina swahili ed aggiungerò dettagli per ciascuna ricetta. |
23 | আপনার মন্তব্য এবং আপনার প্রশ্ন গুরুত্ব সহকারে নেওয়া হবে। | I vostri commenti e domande saranno tenuti in grande considerazione. |
24 | নীচের ভিডিওটি চাপাতি নামের এক ধরণের ফ্ল্যাট রুটির রন্ধনপ্রণালী সম্পর্কে দর্শকদের দেখিয়ে দিচ্ছে: | Il video sottostante mostra agli spettatori come preparare il chapati, un tipo di pane piatto. |
25 | ৫। আফ্রিকান খাদ্য তৈরির পদ্ধতি: | 5. Ricette Africane (African Food Recipes): |
26 | আমার লক্ষ্য হচ্ছে, আপনাকে সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপায়ে আফ্রিকান এবং স্প্যানিশ খাদ্য প্রস্তুত কৌশল সম্পর্কে শেখানো - | Il mio obiettivo è di insegnarvi a preparare pietanze africane e spagnole in maniera gustosa e sana. |
27 | নিচের ভিডিও থেকে একটি জনপ্রিয় আফ্রিকান জলখাবার, কলা ফ্রিটার, কিভাবে তৈরি করা যায় তা সম্পর্কে জানুন: | Imparate come preparare le frittelle di banana, un popolare snack africano nel seguente video: |
28 | * ছবির উৎস: নাইজেরিয়ান খাদ্য চ্যানেল ফেসবুক পাতা। | *Immagine tratta da: pagina facebook del Nigerian Food Channel. |
29 | অনুমতি নিয়ে ছবিগুলো ব্যবহৃত হয়েছে। | Uso dell'immagine autorizzato. |