Sentence alignment for gv-ben-20140112-41079.xml (html) - gv-ita-20140118-89519.xml (html)

#benita
1বাংলাদেশ: বছরের শুরুতেই নতুন বই পেল সাড়ে তিন কোটির বেশি শিক্ষার্থীBangladesh: 37 milioni di studenti iniziano il nuovo anno scolastico con libri gratuiti
2সরকারী ল্যাবরেটরী স্কুলের এক ছাত্র বই উৎসবের দিন তার পড়ার বই তুলে ধরেছে। ছবি ফিরোজ আহমেদের।Una studentessa mostra un libro durante la “Giornata del libro di testo”, organizzata dal Ministero dell'Educazione nella scuola pubblica sperimentale della capitale.
3সর্ব স্বত্ব ডেমোটিক্স (২/১/২০১৪)Fotografia di Firoz Ahmed.
4গত ২ জানুয়ারি ২০১৪-এ বাংলাদেশে বই উৎসবের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ক্লাশের নতুন বই।
5প্রতিবছর বছরের প্রথম দিনেই এই উৎসব করা হয়।Copyright Demotix (2/1/2014)
6১ জানুয়ারি সরকারি ছুটি থাকায় এবার বছরের দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হলো। উল্লেখ্য, ২০১১ সাল থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছানোর বিষয়টি উৎসবের আমেজে নিয়ে যাওয়ার উদ্যোগ থেকেই শিক্ষাবর্ষের প্রথম দিবসটিকে পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসাবে পালন করা হচ্ছে।In Bangladesh, più di 37 milioni di studenti delle scuole hanno ricevuto circa 300 milioni di libri di testo scolastici gratuiti da parte del governo, nell'ambito della “Giornata del libro di testo” svoltasi il 2 gennaio 2014, stabilendo, secondo il ministro dell'educazione Nurul Islam Nahid, un nuovo record mondiale nella distribuzioni di libri gratutiti [en].
7ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৮০% শিশুরা লেখাপড়া জানে। গত কয়েক বছরে শিক্ষা খাতে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করেছে।Uno degli scopi dell'annuale festival del libro di testo, che si tiene dal 2011, è di combattere l'analfabetismo nel paese.
8প্রাথমিকে শতভাগের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি, প্রাথমিক-মাধ্যমিকে ছাত্রছাত্রী সংখ্যা সমতা অর্জন, শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে পাঠ্যবই প্রদান ও ক্লাস শুরুসহ নানা ক্ষেত্রে দৃশ্যমান সফলতা দেখিয়েছে।Secondo l'UNESCO [en], circa l'80% dei giovani in Bangladesh sanno leggere e scrivere. Negli ultimi anni, il paese ha avuto un eccezionale progresso [bn, come tutti i link seguenti] nel settore educativo.
9১৯৯১ সালে প্রাথমিকে শিক্ষার্থী ভর্তির হার ছিল ৬১ ভাগ। কিন্তু ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২ ভাগ এবং ২০১২ সালে ৯৯ দশমিক ৪৭ ভাগে উন্নীত হয়েছে।Il Bangladesh ha ottenuto un tasso di iscrizione di quasi il 100% per i bambini ammessi alle scuole elementari, la parità tra maschi e femmine e la garanzia dei testi gratuiti per tutti.
10তাছাড়া মেয়ে শিক্ষার্থীর প্রাথমিকে ভর্তির হার ৩২ থেকে ৫১ ভাগ এবং মাধ্যমিকে ১৮ থেকে ৫৪ ভাগে উন্নীত হয়েছে।Nel 1991, il tasso d'iscrizione era solamente del 61%. Nel 2011, si alzò fino al 98,2% e nel 2012 ha raggiunto il 99,47%.
11নতুন এই বইগুলো একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ও সরকারের ই-বুক সাইটে দেওয়া আছে। এখান থেকে যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন।Per quel che riguarda l'iscrizione femminile alle scuole primarie, si è passati dal 32% al 51%, e nelle scuole secondarie superiori è cresciuta dal 18% al 54% sul numero totale degli studenti.
12২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের ৩ কোটি ৭৩ লক্ষ ৩৬ হাজার ৬৭২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৬৮টি বিষয়ের মোট ২৯ কোটি ৯৬ লক্ষ ৭৫ হাজার ৯৩৮ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।Nell'anno scolastico 2014, l'insieme dei libri distribuiti sono 299.675.938 tra i 37.336.672 studenti delle scuole primarie, Ebtedayee, delle superiori, Dakhil e delle scuole professionali.
13শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন যে এটি বিনামূল্যে বই বিতরণের নতুন একটি রেকর্ড। ব্লগার মাসুম বিল্লাহ লিখেছেন:Inoltre i nuovi testi possono essere scaricati gratis oppure letti direttamente in rete, sul sito governativo degli e-book e sul sito del National Curriculum and Textbook Board (NCTB).
14প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছানোর সাফল্য স্কুলে পড়া বন্ধ করে দেওয়ার হারকে কমিয়েছে।Il blogger ed educatore Masum Billah [en], ha evidenziato ulteriori vantaggi nell'uso dei libri di testo gratuiti, sul sito Articles on Education of Bangladesh:
15বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।Distribuire libri gratuiti agli studenti delle primarie contribuisce molto a far diminuire il numero di coloro che abbandonano la scuola.
16বই হাতে তাদের উচ্ছ্বাসের ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।Diversi giornali hanno pubblicato le foto di studenti felici per aver ricevuto i testi scolastici.
17নেটিজেনরা সেই ছবি দেখে নিজেরা স্মৃতিচারণ করেছেন তাদের সময়ে স্কুল থেকে নতুন বই পাওয়ার মুহূর্তগুলো।Su Facebook, la produttrice cinematografica Rowshan Ara Nipa, ha ricordato la propria esperienza scolastica, quando occorrevano mesi per ricevere un libro nuovo per la scuola:
18চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা ফেসবুকে স্মরণ করেছেন তার নিজের স্কুলবেলার কথা, যখন নতুন বই হাতে পেতে বছরের কয়েকটা মাস চলে যেত:Il primo gennaio è stato un giorno di gioia, che mi rende felicemente invidiosa, fossi stata come loro avrei partecipato ai festeggiamenti.
19গত ৫ বছর ধরে জানুয়ারীর ১ তাং এলেই সব বিদ্যালয় গুলিতে এক অসাধারন আনন্দ উৎসব আমাকে সুখকর এক ঈর্ষায় ফেলে দেয় , আহ্হারে আমি যদি ওদের বয়সী হতাম তবে তো আমিও আজ এই আনন্দের ভাগীদার হতাম!Ma è comunque bello vedere la felicità sul volto di questi bambini. Ricordo che solamente cinque anni fa, gli studenti non avevano garanzie su quando avrebbero potuto ricevere i libri.
20তবে আনন্দ যে একেবারে হয়না তা ঠিক নয়, বছরের শুরুর এই দিনে এক সাথে এত কচি কাচার হাসি মুখ এর চেয়ে বড় কোন শুভেচ্ছা আর আছে কি?Si trattava di pura fortuna se ne ricevevano, dopo tre mesi, uno o due tra tutti quelli che servivano.
21খুব মনে আছে এই তো ৫ বছর আগেই কোন ছাত্র-ছাত্রী নতুন বই কবে পাবে তার কোন ঠিকঠাক সময় ছিলনা, বছরের ৩ মাস পেরিয়ে গেলেও নতুন বই এর দেখা পাওয়া বড় সৌভাগ্য বলে গন্য হোত অথবা ২/১ টা নতুন বই আর পুরোনো বই মিলে একটা সেট বানানোর প্রাণপন চেষ্টা করা হোত ।
22আমার মা- বাবা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।I miei genitori sono insegnanti di scuola primaria.
23নতুন বই তো দূরের কথা ফেব্রুয়ারী-মার্চ পর্যন্ত কোন বই ছাত্রদের হাতে নাই এ নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিলনা…Erano molto preoccupati per il fatto di non sapere come fare ad insegnare senza libri fino a febbraio o marzo.
24সন্দীপন বসু বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি:L'utente Sandipan Basu è divertito dalla situazione:
25এখনকার পোলাপাইনগুলা অভাগা।Gli studenti di oggi non sono fortunati.
26আমাদের কালে আমরা বই না পাওয়ার অজুহাতে পুরা জানুয়ারি স্কুলে যাইতাম না।Noi potevamo saltare la scuola per tutto il mese di gennaio perché non avevamo i libri nuovi.
27আর পোলাপাইনে এখন বছরের প্রথমদিনই বই পাইয়া যায়।Loro adesso hanno i testi dall'inizio dell'anno.
28ক্যামনে কি !!Com'è possibile?
29নতুন বই দেখাচ্ছে শিক্ষার্থীরা।Gli studenti celebrano la “Giornata del libro di testo” nella scuola sperimentale pubblica della capitale.
30ছবি তুলেছেন ফিরোজ আহমেদ।Fotografia di Firoz Ahmed.
31স্বত্ত্ব: ডেমোটিক্স (২/১/২০১৪))Copyright Demotix (2/1/2014)
32নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।Il Bangladesh sta migliorando nonostante i suoi problemi.
33বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া এই এগিয়ে যাওয়ারই একটি উদাহরণ।La distribuzione dei libri a partire dal secondo giorno dell'anno scolastico ne è un esempio.
34ব্লগার আরিফ জেবতিক লিখেছেন:Il blogger Arif Jebtik ha scritto:
35যাঁরা ভাবে বাংলাদেশ এগুচ্ছে না, তাঁরা আমাদের বাংলাদেশ দেখেনি।Coloro che pensano che il paese non stia progredendo, non sono molto informati sul Bangladesh.
36আমি জানি এই দেশ কীভাবে কতটুকু আগাচ্ছে।Io lo so che sta facendo grandi passi in avanti. [..]
37আমরা যে বাংলাদেশ দেখে এসেছি, সেই বাংলাদেশের দিকে পিছু তাকিয়ে মাঝে মাঝে ভাবি ঘুমিয়ে ছিলাম আর ওদিকে তীর থেকে কতদূর চলে এলাম জোয়ারের জলে….. ।Per favore, siate felici che la nuova generazione riceva i testi in tempo. Quando un giorno, come me, ripenserete a questo momento, saprete di aver vissuto sulla vostra pelle questa evoluzione del Bangladesh, e di ciò sono molto geloso.
38সামনে অকূল পাথার বটে, তবে ওদিকে তীর থেকেও বহু দূরে চলে এসেছি, সামনের দিকে এগুতে এগুতে হয়তো ওপারের সুখের সন্ধান পাব।La violenza politica ha fatto parte della vita di molte persone in Bangladesh, inclusi i bambini.
39আজ বই হাতে পাওয়া প্রিয় প্রজন্ম, তোমরা সুখে থাকো।Il difensore della libertà e attivista Akku Chowdhury [en], ha scritto:
40তোমাদের যখন পিছু ফিরে দেখার সুযোগ হবে, সেই বয়েসে তোমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে থাকবে, সেই সুন্দর বাংলাদেশের কথা ভেবে আমি মাঝে মাঝেই তোমাদের ঈর্ষা করি…Questo è il Bangladesh che vorremmo vedere… Bambini felici con i libri nuovi alla ricerca della conoscenza….non bambini con la polvere da sparo che imparano a fare barbecue umani….
41নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে চলছে রাজনৈতিক সহিংসতা।Vogliamo una nazione senza violenza, democratica e pacifica, che segua lo spirito della guerra di liberazione….
42সেখানে শিশুদেরও ব্যবহার করা হচ্ছে। বিষয়টির দিকে লক্ষ্য রেখে মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী লিখেছেন:Vogliamo che chi comanda sia pronto a far seguire i fatti alle parole…che ci dia il buon esempio….
43Vogliamo politici che considerino il potere un servizio pubblico, non di tipo personale che serve a loro per diventare più ricchi….joi manush (Viva l'umanità)
44আমরা এই বাংলাদেশকে দেখতে চাই- যেখানে শিশুরা নতুন বই নিয়ে জ্ঞান আহরণে ব্যস্ত থাকবে… তারা শিখবে না কীভাবে গান পাউডার ব্যবহার করে মানুষকে পোড়াতে হয়… আমরা চাই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতি, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবে… আমরা সেই নেতৃত্ব চাই যারা মানুষের সাথে আলাপ করতে রাস্তায় নেমে আসবে… নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে… আমরা এমন রাজনীতিবিদ চাই, যারা ক্ষমতাকে ব্যবহার করে নিজের উন্নতি নয়, বরং জনগণের কল্যাণে ব্যবহার করবে… জয় মানুষ