# | ben | ita |
---|
1 | ভারতঃ অবৈধ এসফল্ট প্ল্যান্ট দূষণ গ্রামবাসীদের ক্যান্সারের কারন | India: produzione di asfalto e tumori in un villaggio del Rajasthan |
2 | কয়েকটি অবৈধ এসফল্ট কারখানার দূষণের কারনে রাজস্থানের একটি অঞ্চলের গ্রামবাসীদের মোট জনসংখ্যার ১০% শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং দূষণের কারনে ঐ অঞ্চলের শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। | Un video realizzato da Sunita Kasera [en, come gli altri link eccetto ove diversamente indicato] per Video Volunteers India Unheard denuncia i problemi di inquinamento causati da una serie di impianti per la lavorazione dell'asfalto, sorti illegalmente nel pressi del villaggio di Asthal, nel distretto di Karauli in Rajasthan. |
3 | ভিডিও ভলেন্টিয়ারস ইন্ডিয়া আনহারড- নামক প্রকল্প এ তথ্য জানিয়েছে। | Sunita, che vive in una comunità non lontana da Asthal, ha intervistato direttamente i residenti e ne ha raccolto le rimostranze in questo servizio. |
4 | ঐ অঞ্চলের অধিবাসীরা পাশের অঞ্চলে বসবাসকারী সুনিতা কাসেরাকে অভিযোগ করেন যে, কারখানাগুলোর কারনে তাঁদের অনেকেই ক্যান্সার ও শ্বাসপ্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হয়েছেন। | Un abitante su dieci ad Asthal soffre di cancro o di malattie respiratorie, e l'inquinamento sta avendo effetti negativi anche sulla produzione agricola, calata notevolmente, rendendo ancora più difficile il far fronte alle spese sanitarie. |
5 | আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। দূষণের কারনে তাঁদের শস্য উৎপাদনও কমে গেছে। | I proprietari degli impianti, al contrario, sostengono che gli abitanti ne hanno tratto vantaggi in termini occupazionali, e affermano di non essere al corrente di nessuna lamentela nei loro confronti. |
6 | অন্যদিকে কারখানা মালিকরা বলছেন যে কারখানার কারনে অধিবাসীদের রুটিরুজির ব্যবস্থা হয়েছে আর দূষণ সংক্রান্ত কোন অভিযোগ তাঁরা পাননি। | |
7 | সুনিতা কাসেরা এই অভিযোগটি ডকুমেন্ট করেন। | Come si legge nell'articolo che accompagna il video: |
8 | ভিডিও বর্ণনায় বলা হয়েছেঃ রাজস্থানের কারুয়ালি জেলার আস্থাল গ্রামের বাতাস স্থানীয় অধিবাসীদের জন্য অসহনীয় হয়ে পড়ছে। | L'aria stessa nel villaggio di Asthal nel distretto di Karauli in Rajasthan si è messa contro i suoi abitanti. |
9 | কাটার আগেই শস্য বিবর্ণ হয়ে যাচ্ছে আর ফলদ গাছগুলোতে ফল হচ্ছেনা। | Le coltivazioni appassiscono prima della stagione del raccolto e gli alberi hanno smesso di produrre frutti. |
10 | গ্রামবাসীদের দশ জনের মধ্যে একজন ক্যান্সার অথবা যক্ষার মত মারাত্বক রোগে আক্রান্ত। | Un abitante su dieci è malato di cancro o affetto da tubercolosi difficile da trattare. |
11 | অভিযোগের সকল আঙ্গুল গত দশ বছর ধরে চলে আসা প্রায় প্রতিদিন বিষাক্ত ধোঁয়া ও কালো ধুলা উদগারিত ৫ টি এসফল্ট কারখানার দিকে। | Il dito è puntato sui cinque impianti di lavorazione dell'asfalto, che da dieci anni emettono una grande quantità di fumi tossici e polveri nerastre. |
12 | কারখানাগুলো যে অবৈধ তা প্রমানের জন্য এবং কারখানাগুলোকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য কম্যুনিটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। | Molte iniziative sono sorte a livello locale per dimostrare l'illegalità degli impianti e allontanarli dal villaggio. |