Sentence alignment for gv-ben-20120719-28501.xml (html) - gv-ita-20120711-62696.xml (html)

#benita
1গুয়াতেমালা: মহিলা একটিভিস্টদের বিরুদ্ধে আক্রমণের ঢেউGuatemala: ondata di attacchi contro le donne attiviste per i diritti umani
2গুয়াতেমালাতে মহিলা একটিভিস্টদের বিরুদ্ধে সহিংসতার তীব্রতা বেড়ে উঠছে।In Guatemala cresce l'intensità della violenza contro le donne attiviste.
3ক্ষতিকর (খণিজ) আহরণ মূলক চর্চা এবং পরিবেশকে প্রভাবিত করা প্রকল্পের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভের পর বাড়ি ফেরার সময় কিচে গণ পরিষদের (সিপিকে) সদস্য লোলিতা শ্যাভেজকে একদল সশস্ত্র পুরুষ তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল।Lolita Chavez, membro del Consiglio del Popolo K'iche', è stata attaccata da alcuni uomini armati che hanno tentato di linciarla mentre rientrava a casa in seguito ad una protesta pacifica contro le pratiche estrattive abusive e altri progetti relativi all'ambiente.
4মিমুণ্ডো. অর্গ-এর ফটোসাংবাদিক জেমস রডরিগেজ ব্যাখ্যা করেছেন:Il fotoreporter James Rodriguez di Mimundo.org spiega [en, come gli altri link]:
5সিপিকে'র সদস্যবৃন্দসহ কিচের প্রায় ৪০০ বাসিন্দারা (জুলাই,২০১২) ৪ তারিখ সকালবেলা স্থানীয় মেয়র এসতুয়ার্দো কাস্ত্রো'র ধারাবাহিক ঔদ্ধত্ব এবং ২০১০ সালে কমিউনিটির সঙ্গে আলোচনার সময় প্রমাণিত বহুজাতিক কর্পোরেশনগুলোর কাছে তাদের জমি বিক্রির অনিচ্ছার প্রতি তার অশ্রদ্ধার বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে।La mattina del 4 luglio, circa 400 abitanti di Quiché più alcuni membri del CPK hanno dato luogo ad una protesta pacifica per denunciare la continua arroganza del sindaco Estuardo Castro e la sua mancanza di rispetto per il suo popolo, che ha rifiutato di vendere la propria terre alle multinazionali, come deciso dalle consultazioni del 2010.
6বিক্ষোভকারীরা জেটিন্যাপ কুইন্তো কমিউনিটি এলাকা পেরিয়ে যাওয়ার সময় রামদা, লাঠি ও ছুরি সজ্জিত সশস্ত্র একদল পুরুষ সিপিকে সদস্যদের পথরোধ করে তাড়িয়ে ধরে এবং তাদের কয়েকজনকে পিটুনি দেয়।Appena i manifestanti hanno oltrepassato la comunità di Xetinap Quinto, un gruppo di uomini armati di machete, bastoni e coltelli ha intercettato i membri del CPK ed ha inseguito e colpito molti di loro.
7এই সশস্ত্র লোকগুলোর বিশেষ আগ্রহ ছিল স্বীকৃত নেত্রী লোলিতা শ্যাভেজের প্রতি। তারা তার নাম ধরে ডাক দিয়ে তাকে তাড়িয়ে ধরে পিটাতে সক্ষম হয়, তবে গুরুতরভাবে নয়।Gli uomini armati erano particolarmente interessati alla leader Lolita Chávez, che hanno chiamato per nome ed inseguito, riuscendo anche a ferirla, sebbene non gravemente.
8কেটে-কুটে গেলেও লোলিতা পালাতে সক্ষম হন।Lolita ha numerosi tagli e contusioni, ma è riusciti a fuggire.
9তারপরও তিনজন মহিলা জখমের কারণে হাসপাতালে ভর্তি হয়। লোলিতা শ্যাভেজ।Anche altre tre donne sono stati ricoverate in ospedale per via delle ferite riportate.
10মিমুণ্ডো.Lolita Chavez.
11অর্গ-এর জেমস রডরিগেজের ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃতFotografia di James Rodriguez - MiMundo.org (riproduzione autorizzata)
12দুই সপ্তাহ আগে গুয়াতেমালা সিটির কাছাকাছি একটি এলাকায় মানবাধিকার আইনজীবী এবং খনি কার্যক্রম বিস্তার বিরোধী একটি আন্দোলনের নেত্রী ইওলান্দা ওকেলি ভেলিজকেও একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে ফিরে আসার সময় আক্রমণ করা হয়।Due settimane fa, nei pressi di Città del Guatemala, anche Yolanda Oquelí Veliz, avvocatessa dei diritti umani e leader del movimento contro l'espansione delle attività estrattive, è stata aggredita al ritorno da una protesta pacifica.
13ব্লগ ফ্রন্টলাইনডিফেন্ডার রিপোর্ট করেছে:Il blog FrontlineDefenders riferisce:
14ইওলান্দা সান হোসে দে গুলফো'র একজন মানবাধিকার রক্ষক এবং এক্সমিগুয়া খনি প্রতিরোধকারী কমিউনিটি নেত্রী।Yolanda si occupa di difesa dei diritti umani a San Jose de Gulfo, comunità a capo della resistenza contro la miniera Exmigua.
15আমরা চারিদিক থেকে যা কিছু শুনেছি তাতে সোনা ও রূপা, বালি এবং শংকর ধাতুর মতো খনিজের আহরণ গুয়াতেমালাতে একটি বিশাল ব্যাপার।Da quanto abbiamo appreso, un po' ovunque in Guatemala l'estrazione di minerali come oro e argento, sabbia e leghe è un problema enorme.
16সাধারণতঃ কমিউনিটির প্রভাব নিয়ে কোন আলোচনা হয় না।Generalmente la comunità interessata non viene nemmeno consultata.
17পরিবেশের ক্ষতি সম্পর্কে ভয় কমানোর জন্যে কোন বস্তুনিষ্ঠ তথ্য অথবা আলোচনার প্রকাশ্য প্রক্রিয়া গ্রহণ করা হয় না; নদী দূষিত হবে কিনা; বন কাটা এবং এইভাবে তাদের জল সরবরাহ সংকটাপন্ন হবে কিনা; এবং সেই সাথে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর পরিবেশের প্রয়োজন হবে মেরামত এবং পুনর্গঠনের প্রয়োজন হলে তখন কী হবে। ইওলান্দা ভেলিজ।Non vengono divulgate informazioni obiettive né vengono realizzati incontri pubblici per dissipare i timori circa possibili danni ambientali: se i fiumi potrebbero essere inquinati, se le foreste potrebbero essere abbattute e quindi compromettere la fornitura dell'acqua, e anche cosa potrebbe accadere dopo la scadenza della licenza mineraria e come bisognerà recuperare e tutelare l'ambiente.
18মিমুণ্ডো.Yolanda Veliz.
19অর্গ-এর জেমস রডরিগেজের ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত।Fotografia di James Rodriguez - MiMundo.org (riproduzione autorizzata)
20তারা যোগ করেছে:Sul blog si legge:
21ইয়োলি'র (যেমন করে তিনি তার নাম লিখেছেন) কাজের কারণেই তার প্রতি ভীতি প্রদর্শনের একটি ইতিহাস রয়েছে।Yoly (così si fa chiamare) ha una lunga storia di intimidazioni a causa del suo lavoro.
22তার আইনজীবী (হিতার্থে) আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১০টি অভিযোগ দায়ের করেছেন।Il suo avvocato (pro bono) ha presentato circa 10 denunce.
23তার উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা এবং তিনি ও তার সন্তানদের হুমকি দিয়ে তার দেওয়ালে দেওয়াল-লিখন এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ।Le hanno lanciato contro gas lacrimogeni, sulle sue pareti sono comparse scritte e graffiti, ha ricevuto significative minacce rivolte sia a lei che ai suoi figli.
24এসব সত্ত্বেও আজ পর্যন্ত সরকার নীরব রয়েছে।Malgrado tale evidenza, fino ad oggi il governo non si è espresso.
25একটিভিস্টদের রক্ষার অনুরোধ করে বিভিন্ন নেটওয়ার্ক জরুরী কর্মসূচী জারি করা সত্ত্বেও সরকার কোন সাড়া দেয়নি।
26তার উপর অপরাধগুলোর ব্যাপারে সুশীল সমাজ অত্যন্ত চুপচাপ রয়েছে। লোলিতা শ্যাভেজ।Diverse reti hanno lanciato azioni urgenti, ma il Governo non ha risposto con la protezione necessaria per gli attivisti.
27মিমুণ্ডো. অর্গ-এর জেমস রডরিগেজের ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত।Inoltre, la società civile è stata estremamente silenziosa riguardo ai crimini.
28নাগরিকদের নিরাপত্তাহীনতার প্রতি বহুজাতিক জ্বালানী এবং (খণিজ) আহরণকারী কোম্পানিগুলোর সরাসরি প্রভাব আগের চেয়ে আরো বেশি দৃশ্যমান।Che i cittadini direttamente colpiti dalle multinazionali energetiche e dalle aziende estrattive siano indifesi è un fatto più che evidente.
29তবে গুয়াতেমালার মিডিয়া এবং শিক্ষিত সুশীল সমাজের দেখানো অনীহা সহিংসতার স্বাভাবিকীকরণের একটি চিহ্ন।Tuttavia, l'apatia mostrata dai media e dalla società civile del Guatemala è un segno della normalizzazione della violenza.
30প্রথাগত মিডিয়া ভিন্নমতের অধিকাংশ ঘটনাকে “সন্ত্রাসবাদ” আখ্যা দিয়ে এবং বিরোধীতাকারী একটিভিস্ট ও নাগরিকদের বিপদকে এড়িয়ে গিয়ে এসব বিদেশী বিনিয়োগের পক্ষের যুক্তিকেই বেশি কভারেজ দিয়েছে।I media tradizionali, che etichettano molte azioni di dissenso come “terrorismo”, hanno dato maggiore copertura ad argomenti a favore degli investimenti esteri, ignorando i pericoli a cui sono esposti gli attivisti e i cittadini che vi si oppongono.
31শহর এবং গ্রাম উভয় এলাকায় ক্রমবর্ধমানভাবে আক্রান্ত মানবাধিকার রক্ষা একটিভিস্টদের সম্পর্কে যথেষ্ট সাড়া দেয়ার পরিবর্তে কর্তৃপক্ষগুলো নীরব রয়েছে।Il crescente numero dei difensori dei diritti umani che sono stati attaccati - sia in aree urbane che rurali- è stato accolto dalle autorità con il silenzio, piuttosto che con risposte adeguate.