Sentence alignment for gv-ben-20100107-8446.xml (html) - gv-ita-20100111-12389.xml (html)

#benita
1বলিভিয়া: এল আল্টোতে ট্যাক্সি চালকের জীবনBolivia: la vita (non facile) di un tassista a El Alto
2বলিভিয়ার এল আল্টো থেকে ব্লগার উইলফ্রেডো জর্ডান একজন ট্যাক্সি চালকের জীবনকে তুলে ধরেছেন। এই ট্যাক্সি চালকেরা শহরের রাস্তায় প্রতিদিন যাত্রী পরিবহন করেন।Il blogger Wilfredo Jordán di El Alto, in Bolivia [in] esamina da vicino la vita di un tassista, che ogni giorno guida per le strade della propria città.
3অল্প বেতনে দীর্ঘ সময় কাজের সাথে, তাদেরকে প্রায় এমন যাত্রীদের মোকাবেলা করতে হয় যাদের উদ্দেশ্য খারাপ থাকে।Oltre all'orario di lavoro troppo lungo per il misero guadagno, i tassisti devono spesso affrontare situazioni pericolose per via di passeggeri malintenzionati.
4নীচে তার ব্লগ ভিভির এন বলিভিয়া (বলিভিয়ার জীবন) থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে:Di seguito un ampio stralcio da un recente post [sp] nel suo blog Vivir en Bolivia [sp]:
5জীবন মূল্যহীন, আর এল আল্টোর সড়কে কাজ করা ট্যাক্সি চালক তা জানেন ভালোভাবে। এদের অনেকে যেহেতু পুরোনো গাড়ি কেনেন তাদের অনেক সমস্যা হয়।La vita non ha prezzo, e un tassista che ha lavorato per le strade di El Alto lo sa molto bene.
6তাদের গাড়ি নিয়মিত নষ্ট হওয়ার সাথে সাথে অন্যান্য চালকদের খামখেয়ালিপনার সাথে মানিয়ে চলা, তাদেরকে অপরাধের সাথেও সামাল দিতে হয়, এমনভাবে যে কেউ এতে মারা যেতে পারে বা কাছাকাছি কিছু হতে পারে।Molti di loro, oltre ad avere a che fare con i soliti guasti ai veicoli, spesso di “seconda mano”, o le imprudenze degli altri guidatori, devono affrontare anche il crimine, tanto da rimetterci la vita o quasi.
7জর্ডান ট্যাক্সি চালকদের কিছু কেস তুলে ধরেছেন যারা এইসব বিপদের সম্মুখীন হচ্ছেন, যেমন হয়েছিল গার্মান কুইস্পের সাথে, যাকে পিছন থেকে একটা দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়, কিন্তু বেঁচে গিয়েছিলেন যখন পাশ দিয়ে একজন বন্ধু যাচ্ছিল তাই।Jordán mette in evidenza alcuni casi in cui i tassisti hanno affrontato questi pericoli della vita reale, come è accaduto a Germán Quispe, strangolato da dietro con una corda, ma salvatosi grazie ad un amico che passava di lì.
8২০০৯ সালের মার্চে আর একজন চালক একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন:Un altro tassista si è trovato in una situazione simile a marzo del 2009:
9অপরাধীরা, সে মারা গেছে ভেবে রাস্তার ধারে তার দেহ ফেলে দেয়; তবে, চ্যাম্বির জ্ঞান ফিরে আসলে তাকে এল কেঙ্কোর স্যাক্রেড হার্ট হাসপাতালের ইমার্জেন্সীতে ভর্তি করা হয়।I criminali, pensando che fosse morto, ne hanno poi gettato il corpo sul ciglio della strada; più tardi però Chambi ha ripreso conoscenza ed è stato ricoverato al pronto soccorso dell'Ospedale Sacro Cuore, nella zona di El Kenko.
10এইসব বিপদ সত্ত্বেও, জর্ডান এল আল্টোতে ট্যাক্সি চালক হতে চাওয়া ব্যক্তিদের নাম ও পরিচিতি নিয়েছেন:Nonostante questi rischi, Jordán traccia un profilo di quanti decidono di fare i tassisti a El Alto.
11বেশীরভাগ ট্যাক্সিচালক এইভাবে কাজ করেন অন্যান্য কাজের সুযোগের অভাবে। এই কাজে বেশী অর্থও নেই কারণ অনেকের নিজের গাড়ি নেই।La maggior parte dei tassisti fa questo lavoro per la mancanza di altre opportunità d'impiego, senza guadagnare granché e spesso senza possedere il veicolo utilizzato.
12কাজের দিন শুরু হয় ভোর ৬টায় আর রাত ৮টা পর্যন্ত চলে, আর তাদের আয় ৮০ - ১৫০ বলিভিয়ানোস (প্রায় ১১-২১ আমেরিকান ডলার), যার মধ্যে, ৫০ চলে যায় গাড়ির মালিকের কাছে আর ৩০ গাড়ির তেলে আর বাকিটা গাড়ি চালকের আয়।La giornata lavorativa inizia alle 6 del mattino e finisce alle 8 di sera, per un incasso che va dagli 80 ai 150 bolivianos (tra gli 11 e i 21 dollari USA), dei quali 50 vanno al proprietario del veicolo e altri 30 servono per la benzina. Quanto resta è il salario dell'autista.
13একজন চালকের সাথে জর্ডান কথা বলেছেন বিষয়টা বোঝার জন্য:Jordán ha parlato con uno di questi tassisti, per avere un resoconto di prima mano:
14“এখন কোম্পানিগুলো স্বল্প সময়ের জন্য লোক নেন আর আগের মতো স্থায়ীভাবে না।“Al giorno d'oggi le ditte assumono il personale solo per periodi brevi e non più a tempo indeterminato come prima.
15এখন সব কিছু স্বল্পমেয়াদী চুক্তিতে আর এটার মানে হয়না কারন এটা স্থায়ী কোন কাজ না,” তিনি বলেছেন, আর যোগ দিয়েছেন যে ট্যাক্সি চালানো, এর সাথে বিপদজনক কাজ, কষ্ট স্বীকার করতে হয় কারন দীর্ঘক্ষন ধরে কাজ করতে হয়, এমনকি রাতেও, আর তখন এটা বেশী বিপদজনক হয়।Ora tutti offrono contratti a breve termine, e non ne vale la pena, perché non è un lavoro sicuro,” dice, e aggiunge che guidare un taxi, oltre ad essere un lavoro pericoloso, richiede molti sacrifici, perché si devono fare turni molto lunghi, anche di notte, che è il momento più pericoloso.
16বিপদ বোঝা যায় এভাবে যে পরিসংখ্যান অনুযায়ী ২০০৮ সালের ৮ মাসের মধ্যে ১০টি এমন গাড়ি চুরির ঘটনা ঘটেছে যার ফলে চালককে হত্যা করা হয়েছে।Quanto sia pericoloso è dimostrato dalle statistiche, secondo cui, nel 2008, nell'arco di 8 mesi, si sono registrati 10 casi di autovetture rubate con relativa uccisione degli autisti.