# | ben | ita |
---|
1 | যুবরাজের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে বাহরাইনে তীব্র যানজট | Bahrain: netizen disperati e traffico bloccato per agevolare il triathlon del figlio del re |
2 | যুবরাজের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে বাহরাইনের মুহারাক শহরে আজ তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। | Il traffico paralizzato a Muharraq, in Bahrain, mentre il figlio del Re partecipa a un triathlon il 6 dicembre. |
3 | ছবিটি টুইটারে শেয়ার করেছেন মোহাম্মদ বুচেরি। | Foto condivisa da @MohdBucheeri su Twitter |
4 | আজ (৬ ডিসেম্বর) বাহরাইনের যুবরাজ শেখ নাসের বিন হামাদ আল খলিয়া সোয়ামের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশটির প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। | |
5 | আর এর ফলে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে। বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইট মিস করেছেন। | Il 6 dicembre, in Bahrain, il traffico è stato paralizzato in seguito alla chiusura di alcune delle strade principali del paese, dalle ore 7 alle 23, per permettere al figlio del Re di partecipare a un triathlon. |
6 | ডাক্তাররা সময়মতো হাসপাতালে পৌছাতে না পারার কারণে রোগীদের চিকিত্সা ছাড়াই ফিরে যেতে হয়েছে। তবে সবচে' বেশি ভোগান্তির ঘটনা ঘটেছে মুহারাক শহরে। | Un funerale è stato ritardato, il traffico aereo interrotto, dato che i viaggiatori perdevano i loro voli, i medici non potevano andare a lavorare e i pazienti erano lasciati senza cure mentre Shaikh Nasser bin Hamad Al Khalifa nuotava e correva a piedi e in bicicletta per lo stato. |
7 | কারণ ৭৮০ বর্গ কিলোমিটারের দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত। | La maggior parte degli imbottigliamenti sono stati riscontrati a Muharraq, dove è situato l'aeroporto internazionale del Bahrain, stato che ricopre un'aera totale di 780 chilometri quadrati. |
8 | রাজ পরিবারের সদস্যদের সমালোচনার ব্যাপারে বাহরাইনের নেটিজেনরা সবসময়ই চূড়ান্ত ধৈর্যশীলতার পরিচয় দেন। যদি কখনো করেনও তবে সেটা তাদের আসল নামের অ্যাকাউন্ট থেকে করেন না। | La sorpresa è stata sui social media dove i netizen, solitamente restii a criticare le azioni dei membri della famiglia reggente, hanno usato i loro veri nomi e le loro voci per esprimere le peggiori critiche. |
9 | তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যানজট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। | Raeda Sabt ha scritto [ar, come tutti i tweet seguenti, salvo dove diversamente indicato]: |
10 | রায়দা সাবট লিখেছেন: | Un funerale è stato ritardato, gli aerei bloccati, le strade chiuse. |
11 | অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হয়েছে, বিমানবন্দরে উড়োজাহাজ আটকে পড়েছে, রাস্তা বন্ধ হয়েছে। | Questo significa che gli interessi del popolo sono l'ultimo dei loro problemi, solo perché alcune persone vogliono correre!! |
12 | এর মানে কি কয়েকজন মানুষের দৌড়াতে চেয়েছে বলে মানুষ তাদের ব্যাপারে আগ্রহ দেখাবে! | |
13 | আহমেদ বুচারি টুইট করেছেন: | Ahmed Bucheery ha detto [en]: |
14 | একটি ছোট্ট দেশের পথঘাট বন্ধ করে দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা আহাম্মকী। | Si deve essere veramente stupidi per organizzare una gara che blocca tutte le strade di un paese così piccolo |
15 | মোহাম্মদ বাউলি মুহারাক শহরের বাসিন্দা। | |
16 | টুইটারে তার ৩,৮৯০ জন অনুসরণকারী রয়েছেন। তিনি লিখেছেন: | Mohamed Buali, residente di Muharraq seguito su Twitter da 3.890 utenti, nota: |
17 | বাহরাইনের রাস্তায় আমি আগে কখনো এমন ভিড় দেখিনি। আবার হিদ, আরাদ এবং মুহারাক শহরে আজকে যা দেখলাম, এমনভাবে মানুষকে আগ্রহ হারাতেও দেখিনি। | Non ho mai assistito a questo tipo di organizzazione e di congestione sulle strade del Bahrain, o di danni agli interessi delle persone, come ho visto oggi a Hidd, Arad e Muharraq |
18 | তিনি আরো লিখেছেন: | Aggiunge: |
19 | আমি অপেক্ষা করছিলাম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমন ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন। | Sto aspettando che un rispettabile funzionario ufficiale si scusi con le persone e ammetta gli errori e la pessima organizzazione. Quale persona sana di mente bloccherebbe le strade per l'aeroporto? |
20 | এমন কোনো বিবেচক মানুষ আছেন, যিনি বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে পারেন? | Su Vine, Mohammed Bucheeri ha condiviso questo video di passeggeri in cammino verso l'aeroporto con le loro valigie: |
21 | ভাইনে মোহাম্মদ বুচারি এই ভিডিও শেয়ার করেছেন, যেখানে যাত্রীদের ব্যাগ-বোচকা নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে দৌড়াতে দেখাতে যাচ্ছে: | Bucheeri è particolarmente irritato dalla chiusura delle strade perché il funerale di suo cugino ha dovuto essere ritardato in quanto la famiglia e gli altri partecipanti non potevano raggiungere il cimitero. |
22 | বুচারি এই ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন। | Ha mandato questo tweet a Shaikh Nasser: |
23 | কেননা, পরিবারের সদস্য এবং শুভার্থীদের আসতে দেরি হওয়ায় তার ভাইয়ের অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হচ্ছিল। | |
24 | তিনি শেখ নাসেরের উদ্দেশ্যে টুইটে বলেন: | A Shaikh Nasser, Mio cugino è morto e ci sta aspettando al cimitero. |
25 | প্রতি শেখ নাসের, আমার ভাই মারা গেছেন। | Nessuno è in grado di raggiungerlo per la sepoltura E' una cosa accettabile? |
26 | আমাদের জন্য সবাই কবরস্তানে অপেক্ষা করছেন। | In un altro tweet, condivide l'incontro un agente di polizia:: |
27 | কিন্তু অন্ত্যোষ্টিক্রিয়ায় কেউ যেতে পারেনি এটা কি গ্রহণযোগ্য? | Ho detto all'agente: abbiamo un lutto in famiglia e dobbiamo andare al cimitero. |
28 | অন্য একটি টুইটে পুলিশের সাথে তার বাক-বিতণ্ডার কথা উল্লেখ করেছেন: | Mi ha detto di tornare a casa perché è in corso una gara e le strade sono chiuse. |
29 | আমি পুলিশ অফিসারকে বললাম, আমাদের পরিবারের একজন মারা গেছেন। | Molti netizen hanno condiviso le foto di persone che camminavano lunghe distanze per raggiungere l'aeroporto. |
30 | আমাদের কবরস্তানে যেতে হবে। তিনি আমাকে বললেন, বাড়ি ফিরে যান। | Abdulla Al Jalahma ha condiviso questa immagine del tabellone informativo dell'aeroporto e ha chiesto: |
31 | প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধ করা হয়েছে। | Chi, oltre ai poveri, dovrà affrontare le perdite? |
32 | মানুষজনের বিমানবন্দরের দিকে হেঁটে যাওয়ার ছবি অনেক নেটিজেন শেয়ার করেছেন। | |
33 | আবদুল্লাহ আল জালাহমা বিমানবন্দরের নোটিশবোর্ডের ছবি শেয়ার করে জিজ্ঞেস করেছেন: কে আছেন এই ক্ষতি নিজের কাঁধে তুলে নিবেন? | La compagnia aerea nazionale del paese ha informato, dal suo account su Twitter, che i voli sono stati ritardati perché i passeggeri non arrivavano in orario all'aeroporto: |
34 | দেশটির বিমান সংস্থা টুইটারে তাদের ফ্লাইট দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের ঠিক সময়ে বিমানবন্দরে আসতে না পারার কথা উল্লেখ করেছে: | |
35 | আজকে সকালের কিছু ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে গালফ এয়ার দু:খিত। কারণ কিছু যাত্রী দেরিতে বিমানবন্দরে এসে পৌছেছেন। | Gulf Air si scusa per i ritardi di alcuni voli questa mattina, causati dall'arrivo ritardato in aeroporto di alcuni passeggeri. |
36 | বাহরাইন ট্রায়াথনের স্পন্সর ছিল একটি এয়ারলাইন্স। তারা টুইটারের ১৪০ অক্ষরের টুইটে ব্যাখ্যা করতে পারতো কেন যাত্রীরা বিমানবন্দরে যেতে দেরি করেছে। | Il limite dei 140 caratteri per messaggio di Twitter potrebbe esser il motivo per cui la compagnia aerea, sponsor del triathlon, non è riuscita spiegare perché alcuni viaggiatori erano in ritardo per i loro voli. |
37 | নেটিজেনরা জানিয়েছেন, যানজটের কারণে রোগী এবং ডাক্তাররাও ভোগান্তি পড়েছিলেন। | Anche i pazienti e i dottori sono stati colpiti, riportano i netizen. |
38 | আবদুল্লাহ আল জালাহমা টুইট করেছেন: | Abdulla Al Jalahma ha scritto: |
39 | আমি শুনেছি যে, রাস্তা বন্ধ থাকার কারণে কিডনি সমস্যায় ভুগছেন এমন কয়েকজন রোগী রোগ-পরীক্ষার জন্য যথাসময়ে উপস্থিত হতে পারেননি। | Ho appena saputo che alcuni pazienti malati di reni del Bahrain non sono stati in grado di effettuare la dialisi a causa del blocco delle strade. |
40 | ফলে তারা খুব সংকটাপন্ন অবস্থায় আছেন। | Questo mette le loro vite in pericolo. |
41 | মোহাম্মদ বুচারি জামে আটকে পড়া অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেছেন: | Mohammed Bucheery ha condiviso la foto di un'ambulanza bloccata nel traffico: |
42 | যানজটের কারণে অ্যাম্বুলেন্স একচুলও এগুতে পারেনি। | L'ambulanza non riesce a muoversi di un centimetro nel traffico. |
43 | অ্যাম্বুলেন্সে যারা আছেন, আল্লাহ তাদের ধৈর্য ধরার তওফিক দিন। | |
44 | এসব কিছুই হচ্ছে ট্রায়াথলনের কারণে। | Che dio aiuti il paziente che trasporta. |
45 | আবদুলমোনেম আলমীর একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা জানিয়েছেন: | Tutto ciò per il triathlon. Abdulmonem Almeer riporta l'esperienza di un medico: |
46 | একজন ডাক্তার গালালি থেকে সকাল সাড়ে আটটায় বের হয়েছেন। | Una dottoressa è partita da Galali alle 8.30 e adesso è bloccata a Busaiteen. |
47 | এখনো তিনি বুসাইতিনে আটকে আছেন। রোগীরা তার জন্য অপেক্ষা করছে। | I suoi pazienti la stanno aspettando e ha dovuto ritardare delle operazioni. |
48 | তার সার্জারির দেরি হয়ে যাচ্ছে। | Si può immaginare una cosa simile? |
49 | এটা কি কল্পনীয়? ২০১১ সালের মার্চ মাসে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাহরাইনের গ্রামের মানুষদের কঠোর নিরাপত্তার মধ্যে বসবাস করতে হয়। | Ma per le persone dei villaggi del Bahrain, vivere sotto le dure condizioni di sicurezza, iniziate dopo che le proteste pro-democratiche sono state represse nel paese nel marzo del 2011, le strade chiuse e i posti di blocco fanno parte della loro quotidianità. |
50 | যখন-তখন রাস্তা বন্ধ তাদের জন্য খুব সাধারণ ঘটনা, যেন জীবনেরই একটা অংশ। | |
51 | ওয়াসান সরকার সমর্থকদের উদ্দেশ্য করে টুইটারে লিখেছেন: | Wasan si rivolge alle folle pro-regime su Twitter: |
52 | আপনারা কি গ্রামের মানুষদের কষ্ট উপলদ্ধি করতে পারছেন? | Avete provato le sofferenze delle persone nei villaggi? |
53 | আপনারা কি অনুভব করতে পারছেন, ইরক গ্রাম এক সপ্তাহ বন্ধ রাখার সময়ে কী অবস্থা হয়েছিল? | Avete provato quello che è successo a Ekr quando hanno assediato il villaggio per una settimana? |
54 | আপনারা দু'ঘণ্টার এই কষ্ট-ই সহ্য করতে পারেন না। | Non siete riusciti a sopportare le sofferenze per due ore. |
55 | এলাকায় ঢোকার সময়ে রাস্তা বন্ধ হওয়ায় ঘটনা আমাদের সয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার বিষয়টিও গা-সওয়া হয়ে গেছে। | Noi siamo abituati ad avere le strade bloccate all'ingresso delle nostre aree, siamo abituati ad aspettare per ore e a non poter raggiungere i posti dove vogliamo andare. |
56 | আমরা যেখানে যেতে চাই, সেখানে কখনোই যেতে পারবো না। | Di solito il motivo è un posto di blocco della polizia. Adesso potete soffrire. |
57 | এর কারণ হলো পুলিশ চেকপয়েন্ট। এখন আপনারা কষ্ট করেন। | Mohamed Bueida paragona i pneumatici bruciati sulle strade dai contestatori e la chiusura delle strade per la gara: |
58 | মোহাম্মদ বেইদা বিক্ষোভকারীদের রাস্তায় টায়ার পোড়ানোর কারণে রাস্তা বন্ধের সাথে প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধের বিষয়টির মধ্যে তুলনা করেছেন: | |
59 | […] ট্রায়াথনের চেয়ে রাস্তায় টায়ার পোড়ানো অনেক ভালো। | Il triathlon di oggi ha mostrato la morte alle persone, così che potessero sopportare la febbre. |
60 | কারণ, একঘণ্টার মধ্যেই আবার রাস্তা চালু হয়ে যায়। | Bruciare i pneumatici sulla strada è molto meglio (del triathlon) perché le strade riaprono in un'ora. |
61 | আপনি কি এই চেয়েছিলেন? | E' questo quello che volete? |
62 | সরকার সমর্থকরা এর আগে রাস্তা বন্ধ করে, গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার জন্য বিরোধীদের দায়ী করতো। আর আজ তাদের অন্য এজেন্ডা আছে। | I gruppi sostenitori del governo di solito accusano l'opposizione di bloccare le strade e di interrompere le loro vite, in particolare durante le proteste e quando bruciano i pneumatici sulle strade. |
63 | সামাজিক মিডিয়ায় একটি মিম ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। | Oggi, hanno il dente avvelenato per un altro motivo. |
64 | সেখানে বিরোধীদলীয় নেতা আলী সালমানকে বলতে দেখা যাচ্ছে, রাস্তা বন্ধতে তার কোনো ভূমিকা নেই। | Un meme, ampiamente condiviso sui social media, del leader dell'opposizione Ali Salman, in cui dice che le strade chiuse non sono colpa sua. |