Sentence alignment for gv-ben-20100802-12096.xml (html) - gv-ita-20100802-22722.xml (html)

#benita
1জর্জিয়া: থেমে থাকা দ্বন্দ্ব, থেমে থাকা সুখGeorgia: Conflitti congelati, felicità congelata
2রাশিয়া আর জর্জিয়ার মধ্যে দক্ষিণ অসেটিয়া নিয়ে স্বল্প মেয়াদী যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর সপ্তাহখানেক আগে ইভোলুতসিয়া ব্লগ দেশের আরেকটি থেমে থাকা দ্বন্দ্বের দিকে দৃষ্টি ফেরাচ্ছে - সেটি হচ্ছে আবখাজিয়া।A ridosso dell'anniversario della breve guerra che ha viste coinvolte Russia e Georgia per la secessione dell'Ossezia del Sud [en], Evolutsia rivolge l'attenzione a un altro dei due conflitti “congelati” del paese, quello in Abcasia [en].
3দক্ষিণ অসেটিয়া আর আবখাজিয়ার স্বাধীনতাকে রাশিয়া স্বীকার করে নিয়েছে ২০০৮ সালের যুদ্ধের পর থেকেই।Entrambi i territori sono stati riconosciuti dalla Russia come stati indipendenti a seguito della guerra del 2008.
4তবে এই ব্লগ সাম্প্রতিক জাতিগত সংঘর্ষের কথা বলছে এবং অন্য দেশ দ্বারা এখনও অস্বীকৃত এই রিপাবলিকে রাশিয়ার ক্রমবৃদ্ধিমান প্রভাব অনেকেই ভাল চোখে দেখছে না এটাও জানিয়েছে।Il blog commenta le notizie delle nuove violenza inter-etniche, aggiungendo inoltre che la crescente influenza russa su questi territori, la cui indipendenza non è stata riconosciuta da quasi nessun altro Paese, non ha trovato l'accoglienza che molti auspicavano [en]. […]
5যখন অনেক আবখাজিয়াবাসী এবং এর রাজনীতিবিদরা বুঝছেন যে রাশিয়ার সাহায্য জর্জিয়ার থেকে স্বাধীনতা লাভে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তখন অনেকেই উপলব্ধি করছে যে ক্রেমলিনের সাথে তাদের এই শয়তানী বোঝাপড়ার হয়ত কোন ফল ভোগ করতে হবে। […]Mentre la maggior parte degli abcasi, e certamente coloro che fanno parte della classe politica, comprendono che l'assistenza della Russia era e rimane fondamentale ai fini della loro separazione dalla Georgia, è crescente la sensazione che gli accordi con il Cremlino potrebbero avere un che di faustiano [it].
6রাশিয়া যেহেতু তাদের বাজেট, তাদের সীমান্ত, এবং সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণ করে, সাধারণ আবখাজিয়ানদের মধ্যে এই ধারণা থাকতে বাধ্য যে তাদের ‘স্বাধীনতা' আসলে কতটুকু এবং রাশিয়া যে হারে আবখাজিয়ার অর্থনৈতিক আর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে তা নিশ্চয়ই তারা ভাল চোখে দেখছে না।[…] con i russi che ne controllano il bilancio, i confini e le principali vie di comunicazione, c'è sicuramente un ampio margine di profondo risentimento tra i cittadini abcasi medi riguardo la veridicità della propria cosiddetta “indipendenza” e [la sfacciataggine] con la quale i russi hanno raggiunto nel Paese i posti di comando in ambito politico ed economico.
7এই বিরূপ মনোভাব, সাথে আরও কিছু দ্বিমত - যেমন অর্থের ভাগ-বাটোয়ারা - যে কোন সময় সংঘাতে রূপ নিতে পারে।Un tale senso di risentimento, unitamente a dissapori di natura più prosaica, come quelli per la spartizione dei fondi, può diventare una miscela esplosiva.
8সাম্প্রতিক সংঘর্ষ হয়ত এইরকম দ্বিমত এবং উত্তপ্ত ব্যবহারের কারণে ছড়িয়েছে যা হয়ত আরও খারাপ দিকে মোড় নিতে পারে যদি আবখাজিয়ান অথবা রাশিয়ান কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারে। […]Atteggiamenti nervosi e dissapori potrebbero condurre a forme di violenza, che [a sua volta] potrebbero avere risvolti piuttosto seri, a meno che le autorità abcase o russe non riescano meglio a tenere le cose sotto controllo. […]
9যখন এরকম সংঘাত নিত্য নৈমিত্তিক ব্যাপার, বিশেষ করে বিতর্কিত নগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া আর আজারবাইজানের শান্তি প্রচেষ্টা যখন ব্যর্থ হচ্ছে, কোন কোন বিশেষজ্ঞ মত দিয়েছেন যে এই তিন দেশের আঞ্চলিক সংঘাত হয়ত কখনই পুরোপুরি “থেমে থাকে নি”।I frequenti episodi di violenza, soprattutto nelle zone al confine tra Armenia e Azerbaijan, e il continuo fallimento dei tentativi per raggiungere una pace duratura nel conflitto per il territorio della repubblica del Nagorno Karabakh inducono alcuni analisti a ritenere che i tre conflitti regionali non siano del tutto “congelati”.
10Ciononostante, il termine continua ad essere uno di quelli maggiormente utilizzati in relazione all'Abcasia, l'Ossezia del Sud e alla repubblica del Nagorno Karabakh.
11তবে যাই হোক এই “থেমে থাকা” শব্দটি এখনও আবখাজিয়া, দক্ষিণ অসেটিয়া আর নগর্নো কারাবাঘ কে নিয়ে আলোচনার সময়ে জর্জিয়ার ব্লগ “আমাদের ব্রাদারহুডের জন্যে স্বপ্ন” একটি টুইট বার্তা পাঠিয়েছে যে এটি সুখের থেমে থাকাও বোঝায়।[Ecco ad esempio] un messaggio diffuso via Twitter dall'account [en] di un blog georgiano, Dream for our Brotherhood, che afferma che questa situazione equivale a un “congelamento della felicità”: “Ogni conflitto è infelicità.
12সংঘাত অসুখের লক্ষণ, থেমে থাকা সংঘাত, থেমে থাকা সুখ, চলুন সমস্যা সমাধান করি আর সুখ ফিরিয়ে আনি - শান্তির লক্ষ্যে।Conflitto congelato, felicità congelata. Risolviamo le divergenze e riportiamo la felicità!” - Getting to Peace
13এই ব্লগ আরেকটি ভিডিওর উপর মন্তব্য করেছে যা দক্ষিণ অসেটিয়া আর আবখাজিয়ার দুইটি থেকে থাকা সংঘাত সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন মতামত একসাথে করেছে।Il blog commenta anche un reportage video [ge/ru/en] nel quale vengono riassunte una varietà di riflessioni di cittadini dei paesi coinvolti nei due conflitti congelati, l'Ossezia del Sud e l'Abcasia.
14এই সব আঞ্চলিক সংঘাত কিভাবে মেটানো যাবে এ নিয়ে জর্জিয়ার সমাজের মত বিভক্ত হয়েছে।Nella società georgiana, le posizioni sulle modalità di risoluzione dei conflitti territoriali sono nettamente contrapposte.
15এই পোস্টটি গ্লোবাল ভয়েসেস এর ককেশাস সংঘাত কণ্ঠ নিয়ে বিশেষ কাভারেজের অংশ।Questo post fa parte dello speciale di Global Voices Caucasus Conflict Voices [en].