# | ben | ita |
---|
1 | মাদাগাস্কার: প্রহরীর পরিবর্তন? | Madagascar: imminente il cambio al vertice? |
2 | মাদাগাস্কারের রাজনৈতিক সংকট এখন এক চরম অবস্থানে এসে পৌঁছেছে। রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানার শাষনকালের শেষ সময় শুরু হয়ে গেছে। | È probabile che la crisi del Madagascar abbia raggiunto una svolta importante: l'inizio della fine del regime del presidente Marc Ravalomanana. |
3 | তবে এখনও বিভ্রান্তি রয়ে গেছে আসলে বর্তমানে দেশটির ক্ষমতায় কে অবস্থান করছে। | |
4 | মনে হচ্ছে দেশটির সেনাবাহিনী রাজধানী আনতানানারিভোর প্রাক্তন মেয়র এন্ড্রি রাজোলিনার পক্ষ অবলম্বন করছে। | Mentre regna ancora confusione su chi sia attualmente in carica, sembra che l'esercito abbia scelto di stare dalla parte dell'ex sindaco Andry Rajoelina. |
5 | প্রধানমন্ত্রীর অফিস এবং জাতীয় টেলিভিশন কেন্দ্র যথারীতি রাজোলিনার নিয়ন্ত্রনে রয়েছে। | La carica di Primo Ministro, così come la TV nazionale, sono ora controllate da Rajoelina. |
6 | মাদাগাস্কারের টুইটার ব্যবহারকারীরা ঘটনার তাজা বিবরণ দিয়ে এই জটিল রহস্য উন্মোচন করছে। | Su Twitter e altri citizen media, nel fine settimana gli utenti locali hanno descritto gli eventi mentre andavano dipanandosi. |
7 | শনিবারে ঘটনার শুরু তখন, যখন রাজোলিনা মনোনীত প্রধানমন্ত্রী মোনজা রইনডেফো বর্তমান প্রধানমন্ত্রী চার্লস রাবে মানানজারার অফিসে হেঁটে যান এবং পুরো ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। ঘটনাটি ফরাসী ভাষায় বর্ণনা করছে ভারজিনিয়ে। | Sabato è iniziato con il primo ministro nominato da Rajoelina, Monja Roindefo, che si recava negli uffici del Primo Ministro Charles Rabemananjara e assumeva il controllo del palazzo [fr], come riportato da Virginie. |
8 | নতুন প্রধানমন্ত্রী মোনজা ঘোষান দেন দেশের নিয়ন্ত্রণ এখন তার বাহিনীর দখলে। | Ha poi dichiarato che la sua fazione aveva assunto il controllo della nazione. |
9 | পরে সেদিন সকালে রি-হিটা জানান কয়েক সপ্তাহ ধরে লুকিয়ে থাকা রাজোলিনা প্যালেস দু ১৩ মাইতে আসেন এবং দাবী করেন রাভালোমানানাকে রাস্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। | Più tardi nella mattinata, Re_Hita riportava che Rajoelina, rimasto in un luogo segreto nell'ultima settimana, si era presentato a Piazza 13 Maggio per chiedere al Presidente Ravalomanana di dimettersi [fr]. |
10 | এর কয়েক ঘন্টা পরে মাদাগাস্কারের ওয়েব সাইট টপমাদা সরকারের একটি বিবৃতি পোস্ট করে (ফরাসী ভাষায়), যেখানে সরকার অস্বীকার করে যে বিরোধীরা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। | Qualche ora dopo, il sito web Topmada pubblicava una dichiarazione del governo negando che l'opposizione avesse il controllo [fr] e spiegando che stavano ancora pianificando le trattative fra le due parti rivali. |
11 | সরকার সেখানে উল্লেখ করে, তারা এখনও বিরোধী পক্ষের সাথে আলোচনার পরিকল্পনা করছে । | A Piazza 13 Maggio, Jacques Sylla, leader del parlamento, è salito sul palco con Rajoelina e lo ha definito il nuovo leader della nazione [malg]. |
12 | সংসদের নেতা জাক সীলা প্যালেস দু ১৩ মাই তে রাজোলিনার সাথে আলাপে বসেন এবং তাকে জাতির নতুন নেতা হিসেবে বর্ণনা করেন (মালাগাসী ভাষায়)। | Barijaona ha scritto che Rajoelina ha negato durante il comizio di volere la morte di Ravalomanana [in] ed ha ripetuto di non voler mandare l'esercito al palazzo presidenziale per evitare un bagno di sangue. |
13 | বারিজোয়ানা লিখেছেন যে রাজোলিনা তার বক্তৃতায় অস্বীকার করেছেন যে তিনি রাভালোমানানার জীবন হরন করতে চেয়েছিলেন। | Infatti un messaggio di Cyril Vanier dal palazzo confermava che qualche centinaio di persone avevano organizzato un sit-in davanti al palazzo per proteggere il presidente [in]. |
14 | এবং আবার উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি ভবনে সৈন্য পাঠাননি কারন রক্তপাত চাননি তিনি। | Thierry ha parlato di un ultimatum inviato da Rajoelina [fr] al presidente affinché si dimettesse entro 4 ore. |
15 | সিরিল ভানিয়ে এক তথ্যে জানাচ্ছেন রাষ্ট্রপতি ভবন রক্ষা করার জন্য কয়েকশত লোক তার সামনে অবস্থান কর্মসূচী নিয়ে বসে আছে। | Nello stesso tempo Virginie ha scritto che dei saccheggiatori erano entrati nel palazzo presidenziale [fr], attualmente vuoto perché Ravalomanana si trova nella sua residenza di Iavoloha. |
16 | থিয়েরি জানাচ্ছেন যে রাজোলিনা রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য নির্দিষ্ট চার ঘন্টার সময় বেঁধে দেন। | |
17 | ভার্জিনিয়ে লেখেন ইতিমধ্যে লুটেরাদের দল রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে। | 4 ore dopo, l'ultimatum è scaduto senza le dimissioni di Ravalomanana. |
18 | বর্তমানে প্রাসাদটি খালি পড়ে আছে কারন রাভালোমানানা এখন আইয়াভোলোহায় তার বাসভবনে অবস্থান করছেন। | |
19 | রাভালোমানানার পদত্যাগ ছাড়াই চার ঘন্টা পার হয়ে যায়। | Thierry riportava che l'esercito non attaccherà il palazzo presidenziale [fr]. |
20 | থিয়েরি জানান সামরিক বাহিনী রাষ্ট্রপতির ভবন আক্রমন করবে না। | Domenica la blogosfera malgascia aspettava ansiosamente ulteriori sviluppi e nessuno era certo su chi fosse davvero in carica. |
21 | রোবাবার মালাগাসী ব্লগোস্ফিয়ার দারুন দুশ্চিন্তার মধ্যে দিয়ে অপেক্ষা করছিল পরিস্থিতির কতটা উন্নতি হলো তা দেখার জন্য। | Ravalomanana ha proposto un referendum [fr] come possibilità di uscita dalla crisi e ha chiarito ai propri sostenitori che “la crisi non riguarda solo il popolo del Madagascar”. |
22 | তারা তখনও নিশ্চিত ছিল না কে আসলে দেশটিকে নিয়ন্ত্রণ করছে। | Arinaina lanciava il sospetto che le frequenze della radio nazionale fossero state nuovamente piratate [fr]. |
23 | এই সঙ্কট থেকে উত্তরনের জন্য রাভালোমানানা একটি গণভোটের প্রস্তাব দেন (ফরাসী ভাষায়)। | Barijoana e Re_Hita hanno seguito le ultime notizie sul canale della televisione nazionale ora controllata da Rajoelina [fr]. |
24 | তিনি তার অনুসারীদের সর্তক করে দেন এই সঙ্কট কেবল মালগাসীর জনগণের মধ্যে সীমিত নয় । আরিনিয়াইনা সন্দেহ করছিল যে জাতীয় বেতার তরঙ্গ আবার হয়ত চুরি হয়ে গেছে। | Barijaona ha fatto notare che, sebbene fosse stato trasmesso l'intervento di Ravalomanana e il rifiuto a dimettersi, la sua richiesta di referendum sia stata tagliata [fr] dal discorso. |
25 | বারিজোয়ানা এবং রি_হিটা রাজোলিনা নিয়ন্ত্রিত জাতীয় টেলিভিশন থেকে প্রচারিত প্রথম সংবাদটি দেখছিলেন। | Le notizie hanno anche riguardato gli ex membri della guardia presidenziale (dimessesi il giorno prima) e che ora fanno parte dell'esercito. |
26 | বারিজোয়ানা জানান যদিও টেলিভিশনে রাভালোমানানার ভাষণ দেখাচ্ছিল এবং জানাচ্ছিল যে তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন, তবে তার ভাষণে তিনি যে সংস্কারের কথা উল্লেখ করা করেন সেটি ভাষণ থেকে বাদ দিয়ে দেওয়া হয় (ফরাসী ভাষায়)। | |
27 | ওই সংবাদে আরও দেখানো হয়েছিল পদত্যাগ করা রাষ্ট্রপতির প্রহরীদের (একদিন আগে পদত্যাগ করেছিল) যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। | DotMG segnalava che una ex guardia ha richiesto la rimozione, se necessario con la forza, dei civili [fr] seduti davanti al palazzo. |
28 | ডটএমজি জানাচ্ছে যে এই প্রাক্তন গার্ডেরা নাকি বলেছে যে প্রাসাদের সামনে অবস্থানরত রাভালোমানানার সমর্থকদের দরকার হলে জোরপূর্বক সেখান থেকে সরানো দরকার। | |
29 | তারা বলেছে যে সশস্ত্র লোকেরা এবং ভাড়াটে যোদ্ধারা সক্রিয় রয়েছে। | Le ex guardie hanno infine riportato la presenza di mercenari e civili armati [fr]. |