# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: গাজায় স্কুলের সমাপ্তি পরীক্ষার ফলাফল | Palestina: esami di maturità per gli studenti di Gaza |
2 | গাজা, ওয়েস্ট ব্যান্ক (পশ্চিম তীর) আর জর্ডানে তাওজিহি হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ মাধ্যমিক পরীক্ষা যা একজন ছাত্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা আর মূল পড়ার বিষয়টি নির্ধারণ করে। | Il tawjihi [in] è l'esame di diploma di scuola media superiore per gli studenti che risiedono in Cisgiordania, Giordania e a Gaza, e consente loro l'accesso agli studi universitari, determinandone l'indirizzo. |
3 | এই বছর এই পরীক্ষা গাজা আর ওয়েস্ট ব্যান্কে এক সাথে হয়েছে এবং এটাকে ধরা হয়েছিল পুন:একত্রীকরনের একটি ইঙ্গিত হিসেবে। | Il fatto che quest'anno l'esame si svolgesse contemporaneamente in Cisgiordania e Gaza è stato salutato come segno di unità nazionale [in]. |
4 | এই পোস্টে আমরা তাওজিহির ফলাফলের ব্যাপারে গাজার ব্লগারদের প্রতিক্রিয়া শুনবো। | Riportiamo qui di seguito alcune reazioni dei blogger di Gaza ai risultati del tawjihi. |
5 | গড়ে তাওজিহি পরীক্ষাতে বসা ছাত্রদের মধ্যে মাত্র অর্ধেক পাস করে। | Mediamente solo la metà dei candidati passano l'esame [in]. |
6 | প্রচার মাধ্যমে তাওজিহির ফলাফল ঘোষিত হয়, আর যারা পাস করে তাদের জন্য সরকারীভাবে উৎসব করা হয়। | I voti vengono annunciati dalle maggiori testate e gli studenti promossi sono protagonisti di cerimonie pubbliche [in]. |
7 | প্রত্যেক বছর সর্বোচ্চ নম্বর যে পায় সে একজন তারকায় পরিণত হয় - এই বছর এই সম্মান পেয়েছে নাবলুসের তালা আল-বাত্তিয়া। | Ogni anno chi ottiene il punteggio migliore - questa volta è stata Tala Al-Battia, di Nablus - diventa una celebrità [in]. |
8 | প্যালেস্টাইনের মোবাইল ফোন সার্ভিস প্রদানকারী- জাওয়্যাল, তাওজিহি পরীক্ষার ‘নির্ধারিত স্পন্সর'। তারা এই বছর একটা প্রতিযোগিতা করেছে ‘তোমার তাওজিহি ফলাফল কল্পনা করে হাজার হাজার ডলার জিতে নাও' এই নামে। | Jawwal, il provider di telefonia mobile palestinese, è lo “sponsor accreditato” del tawjihi, e quest'anno ha indetto un concorso [in] dal titolo “Indovina il tuo voto al tawjihi e vinci migliaia di dollari”. |
9 | তবে যেসব পরিবারের কিশোররা এই বছর গাজায় আক্রমণে মারা গেছে তাদের জন্যে এটা শোকের সময়। আর এই ছাত্রদের স্মরণ করতে হামাস সরকার এবার (তাদের পরিবারকে) সম্মানসূচক তাওহিজি সনদ দেয়। | Tuttavia per le famiglie degli adolescenti uccisi quest'anno durante gli scontri di Gaza [in] questo è un periodo di lutto e dolore; per commemorare gli studenti caduti, il governo di Hamas ha rilasciato dei diplomi onorari [in]. |
10 | ইলেক্ট্রনিক ইন্তিফাদাতে, রামি আলমেঘারি জানিয়েছেন যে কোন পরিস্থিতিতে গাজার ছাত্রদের পরীক্ষার জন্য পড়ার সংকল্পের ব্যাপারে। | Su Electronic Intifada, Rami Almeghari offre un esempio della determinazione degli studenti di Gaza a studiare per l'esame nonostante le circostanze [in]. |
11 | আবের আবু শাউইশ নামে একজন ছাত্র তাকে জানিয়েছে: | Ecco cosa ha detto uno di loro, Abeer Abu Swahish: |
12 | “ডিসেম্বর ২০০৮ এর শেষভাগের যুদ্ধের আগে, আমি তাওজিহির জন্য পড়ার পরিকল্পনা করেছিলাম। | Prima che scoppiasse la guerra, verso la fine di dicembre 2008, avevo preparato la mia tabella di marcia per il tawjihi. |
13 | যুদ্ধের মধ্যিখানে একদিন, আমি রাত ১১টার দিকে কাছেই বোমার আওয়াজ পাই। | Un giorno, durante il conflitto, verso le 23 ho sentito colpi d'arma da fuoco a poca distanza. |
14 | তবে, আমি জোরে একটা শ্বাস নিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। | Ciò nonostante, ho preso un profondo respiro e ho continuato a studiare. |
15 | যদিও আকাশ, সাগর আর স্থল পথে ইজরায়েলের আক্রমণের কারনে আমি খুব বিচলিত ছিলাম, আমি নিজেকে বলেছি যে আমাকে সফল হতেই হবে ইজরায়েলি দখলের বিরুদ্ধে আমার নিজের উপায়ে লড়াই করার জন্য, শিক্ষা!” | Sebbene fossi furioso per gli attacchi aerei, navali e di terra dell'esercito israeliano, mi dissi che dovevo passare l'esame così da combattere le forze d'occupazione a modo mio: con l'istruzione! |
16 | ঘোস্ট অফ প্যালেস্টাইন নামে ছাত্র তার পোস্টে লিখেছে “ফলাফল বেরিয়েছে” এবং তার লেখায় পরীক্ষার চাপ স্পষ্ট: | La tensione che accompagna l'esame traspare chiaramente da un post dello studente Ghost of Palestine [ar] intitolato “Sono usciti i risultati”: |
17 | কোন মন্তব্য নেই! | No commmmmment! |
18 | মুতাশারিদ পাস করেছে ৯১. ৯ নম্বর নিয়ে এবং তার অনুভূতি: | Mutasharrid ha appena saputo di essere passato con 91.9 [ar]: |
19 | আমার মা, আমার বাবা, বাজনা আর গানের সাথে যেসব নাচের অভ্যাস আমরা করি নি, তাদের হাসির আওয়াজ, কৃষানীদের উলু ধ্বনি যা তারা তাদের সব আনন্দ নিয়ে করে থাকে, আমার দাদীর জেরুজালেমের প্রার্থনা গুনগুনিয়ে পড়ছে, বল্গাহীন আনন্দ… | Mia madre, mio padre, i passi di danza che non avevamo ancora imparato a memoria, il suono delle loro risate da gitani, gli ululati delle agricoltrici e tutta la felicità che riescono a evocare, le preghiere di Gerusalemme cantilenate da mia nonna, la gioia sfrenata… |
20 | হাজেম বলেছেন: | Commenta [ar] Hazem: |
21 | আমি আমার অভিবাদনে অংশগ্রহণ করতে চাই, আমার বাহবা আর সম্মানসহ, মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের প্রতি তাদের সাফল্যের কারনে, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করে যাতে তারা তাদের ভবিষ্যৎ পড়াশোনা আর কাজে সাফল্য লাভ করে। | Vorrei fare le mie congratulazioni, colme di apprezzamento e rispetto, agli studenti delle medie superiori per gli ottimi risultati, pregando l'Onnipotente che possano aver successo negli studi e nel lavoro in futuro. |
22 | আমরা আটক রাখা আর ধ্বংসযজ্ঞ সত্ত্বেও বলতে পারি, গাজার সাম্প্রতিক যুদ্ধ বিবেচনা করে পাসের হার ভালো আর ফলাফল অন্যান্য বছরের থেকে ভালো। | Possiamo affermare che nonostante l'assedio e la devastazione, nonostante l'ultima guerra a Gaza, la percentuale di promossi è positiva e i voti migliori di quelli dell'anno scorso. |
23 | সম্মিলিত একটি পোস্টে, নাজেক আবু রাহমা আর হানাদি আল কাওয়াস্মি লিখেছেন: | Nazek Abu Rahma e Hanadi Al Qawasmi scrivono [ar] in un post congiunto: |
24 | এগুলো বিশিষ্ট ছাত্রদের জন্য প্যালেস্টাইনের আনন্দের কিছু দৃশ্য। অন্যান্য আরব দেশের তুলনায় প্যালেস্টাইন তার ছাত্রদের উচ্চ মানের শিক্ষার জন্য বিখ্যাত। | Queste sono alcune delle manifestazioni di gioia in onore degli straordinari studenti della Palestina, nota per i successi accademici dei suoi studenti, superiori a quelli di altri Paesi arabi. |
25 | তারা জানে যে কোন স্থান থেকে প্রাপ্ত জ্ঞান তাদের (শত্রুকে) প্রতিহত করার হাতিয়ার। | I ragazzi sono consapevoli che sfruttare appieno ogni occasione d'apprendimento fa parte della resistenza. |
26 | এমনকি বন্দী ছাত্ররাও (১৮২১) দখলদার শক্তির [ইজরায়েলের] কাছে তাদের দাবী চালিয়ে যাচ্ছে জেলে বসে মাধ্যমিক পরীক্ষা দেয়ার জন্য। | Gli studenti ancora prigionieri (1.821) continuano a rivendicare il proprio diritto davanti alle forze d'occupazione israeliane a sostenere il tawjihi anche dietro le sbarre. |
27 | এখান ওখান থেকে কিছু দৃশ্য, কিছু তুলে ধরছে ফিলিস্তিনিদের মনের ভাব, এই আশা নিয়ে যে এই শিক্ষার একত্রীকরণ রাজনৈতিক একত্রীকরনে পরিণত হবে এক সময়। | Alcune delle scene in Cisgiordania e a Gaza rispecchiano le emozioni che si agitano nei cuori dei palestinesi e portano con sé la speranza che l'unità scolastica possa farsi un giorno unità nazionale. |