Sentence alignment for gv-ben-20111215-21727.xml (html) - gv-ita-20111215-51250.xml (html)

#benita
1সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ির বিরুদ্ধে অভিযোগ গঠন, ব্লগাররা তার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশSiria: prosegue la campagna per la liberazione di Razan Ghazzawi
3লেবাননের দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক প্রবন্ধ অনুসারে, গ্রেফতারের আট দিন পরে রাজান ঘাজ্জাউয়ির নামে অভিযোগ গঠন করা হয়েছে। উক্ত প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়:Otto giorni dopo il suo arresto [it], un articolo pubblicato sul Lebanese Daily Star riferisce [en, come i link successivi] le accuse formulate ai danni di Razan Ghazzawi:
4ঘাজ্জাউয়ির আইনজীবীর প্রদান করা সংবাদ অনুসারে, রাজানের বিরুদ্ধে “ এমন এক সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে, যা কিনা রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক পরিচয় পাল্টে দেবার চেষ্টার উদ্দেশ্য গঠন করা হয়েছিল। একই সাথে তাঁর বিরুদ্ধে “ জাতীয় আবেগকে দুর্বল করে দেওয়া, আর জাতিগত দাঙ্গা উসকে দেবার” এবং “ জাতীয় আবেগকে দুর্বল” করার অভিযোগ আনা হয়েছে।Secondo i suoi avvocati, Razan è stata accusata di “aver messo in piedi un'organizzazione che mira a cambiare l'essenza sociale ed economica dello Stato”, “aver risvegliato il sentimento nazionale” e “aver innescato conflitti tra fanatici” - tutto ciò può portare a una pena da tre a 15 anni di carcere.
5এই সব অভিযোগ প্রমাণিত হলে, তার তিন থেকে পনের বছর পর্যন্ত জেল হতে পারে।Su Twitter, i sostenitori hanno reagito duramente a queste posizioni.
6টুইটারে, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতি তাঁর সমর্থকরা প্রবল প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
7সিরিয়ান ব্লগার @ আনাস কাতায়েস লিখেছেন:Il blogger siriano @anasqtiesh scrive:
8বিশ্ব জুড়ে রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর নামক প্রচারণার লোগো।Il logo della campagna globale per la liberazione di Razan
9@আনাসকাতায়েস:রাজান ঘাজ্জাইয়ির বিরুদ্ধে হাস্যকর সব অভিযোগ দায়ের করা হয়েছে। সিরিয়ার শাসকদের অন্য সব কাজের মত।@anasqtiesh: Le accuse contro Razan Ghazzawi sono una buffonata, come qualunque cosa faccia il regime siriano.
10#ফ্রিরাজান #সিরিয়া#FreeRazan #Syria
11@“আনাসকাতায়েস : “জাতীয় আবেগকে দুর্বল করা এবং সম্প্রদায়গত সংঘর্ষকে উসকে দেবার চেষ্টা- অবশ্যই এই সমস্ত অভিযোগ আসাদের বিরুদ্ধে করা উচিত।@anasqtiesh: l'accusa di “aver risvegliato il sentimento nazionale e aver innescato conflitti tra fanatici” dovrebbe essere imputata ad Assad.
12#সিরিয়া #ফ্রিরাজান#Syria #FreeRazan
13আল জাজিরার সাংবাদিক দিমা খাতিবও একই ভাবে শঙ্কিত:Il giornalista di Al Jazeera, Dima Khatib appare altrettanto costernato:
14“অপরাধী” হিসেবে @রেডরাজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের সংবাদে আমি খুব বেদনার্ত, রাজান কোন অপরাধী নয়।E' triste leggere che @RedRazan è stata accusata di “crimini”… Razan non è una criminale.
15রাজান এক স্বাধীনতার যোদ্ধা #ফ্রিরাজানRazan è una paladina della libertà #FreeRazan
16এই সব অভিযোগের ঘটনায় কার্ল শারর ক্ষুব্ধ, তবে বিশেষ করে একটি অভিযোগের প্রতি তিনি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি লিখেছেন:Karl Sharro, è in collera per un'accusa in particolare, e scrive:
17কিন্তু “ সম্প্রদায় গত দাঙ্গা উসকে দেবার চেষ্টা” নামক অভিযোগ যে কোনটির চেয়ে হীন এক অভিযোগ।Ma “aver cercato di innescare scontri tra fanatici” è la cosa più offensiva di tutte.
18সম্প্রদায়গত সম্প্রতি বজায় রাখার জন্য রাজান সব সময় সচেষ্ট ছিল।Razan è decisamente contro ogni fanatismo.
19#ফ্রিরাজান#freeRazan
20ভেনিজুয়েলার বাসিন্দা, গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লরা ভিদাল লিখেছেন:Laura Vidal, autrice venezuelana di Global Voices, segnala:
21যখন সরকার কোন ব্লগারকে চুপ করিয়ে দেয়, তখন তার অধিকারের দাবী যৌক্তিক বলে প্রমাণিত হয়।Quando un governo mette a tacere un blogger, non fa che dare ragione a quest'ultimo #FreeRazan
22# ফ্রিরাজান রাজানের প্রতি সমর্থনের জন্য প্রচারণা চলছে।Intanto continuano le campagne di solidarietà in favore di Razan.
23প্যালেস্টাইনের ব্লগার আবির কপ্তি টুইট করেছে :Su Twitter, il blogger palestiniano Abir Kopty scrive:
24প্যালেস্টাইনী ব্লগাররা “রাজান (#ফ্রীরাজান) এবং সকল সিরিয় রাজনৈতিক বন্দীদের মুক্ত কর নামক” এক বিবৃতি আহ্বান করে, তার জন্য কাজ করেছে।I blogger palestinesi stanno preparando un comunicato che richiami l'attenzione su #Freerazan e tutti i prigionieri politici siriani.
25এই প্রচারণার সম্বনয় সাধনের জন্য ফেসবুকের একটি পাতা ব্যবহার করা হয়েছে, এদিকে টুইটারে এই বিষয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।#Syria Rimane attiva la pagina Facebook per coordinare le iniziative della campagna, mentre l'hashtag #freerazan viene usato per gli aggiornamenti su Twitter.