# | ben | ita |
---|
1 | ফেসবুকে বিক্রি হচ্ছে সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম | Antichi reperti provenienti dalla Siria venduti su Facebook |
2 | সিরিয়া থেকে চুরি করা প্রাচীন মুদ্রা ফেসবুকে বিক্রি হচ্ছে। | Antiche monete rubate in Siria messe in vendita su Facebook. |
3 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Fotografia condivisa da @zaidbenjamin su Twitter |
4 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রি করার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে। | Dei reperti archeologici siriani sono stati messi in vendita su Facebook. |
5 | শিল্পকর্মগুলো তুরস্ক থেকে সংগ্রহ করে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র সাংবাদিক জায়েদ বেনজামিন ফেসবুকে বিক্রি সংক্রান্ত পোস্টটির স্ক্রিনশট দিয়ে বিষয়টি সবার নজরে এনেছেন। | L'allarme è stato lanciato dal giornalista Zaid Benjamin, che vive a Washington DC, il quale ha condiviso degli screenshot delle pagine Facebook che pubblicizzavano la vendita di reperti archeologici siriani in Turchia [en, come tutti i link seguenti]. |
6 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রির আরো একটি ফেসবুক পেজ। | Another page on Facebook to sell Syrian antiques. |
7 | তুরস্ক থেকে সংগ্রহ করে নিতে হবে। | Delivery in #Turkey. pic.twitter.com/Ni9zmTROiD |
8 | মিশরের সীমা দিয়াবের সরস মন্তব্য: | - Zaid Benjamin (@zaidbenjamin) May 30, 2015 |
9 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বেচাকেনার বাজার আছে? | Un'altra pagina su Facebook che vende reperti siriani. |
10 | ফেসবুকে দেখুন। | Consegna in Turchia. |
11 | জমজমাট বাজার সেখানে। | Dall'Egitto Sima Diab scherza: |
12 | স্বাভাবিকভাবেই সীমা ফেসবুকের যে পেজটির লিংক দিয়েছেন, সেটা বন্ধ হয়ে গেছে। | In the market to buy or sell #Syria‘n antiquities/antiques? Look no further than Facebook https://t.co/KED6XVV6vz |
13 | ফেসবুকে সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রির স্ক্রিনশট। | - Sima Diab (@SimaDiab) May 24, 2015 Sul mercato per vendere o comprare antichità siriane? |
14 | পেইজটিতে এখন আর ঢোকা যাচ্ছে না। | Non c'è bisogno di andare oltre, basta Facebook |
15 | আরো পড়ুন: আইএসআইএস-এর পাচারকারীরা সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে প্রাচীন শিল্পকর্মগুলো লুট করে নিয়েছে। | Ovviamente il link alla pagina di Facebook Sima non è più disponibile. Screenshot di una pagina che presumibilmente vendeva reperti siriani su Facebook, adesso non più disponibile |
16 | আর সেগুলোর প্রত্যেকটি এক মিলিয়ন ডলার করে বিক্রি করছে। | LEGGI ANCHE: I contrabbandieri dell'ISIS guadagnano fino a 1 milione di dollari a pezzo vendendo reperti archeologici trafugati dalle macerie della Siria. |
17 | একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএস-এর জঙ্গীরা লুট করা প্রাচীন শিল্পকর্মগুলো অনলাইন এবং মধ্যস্থতাকারী'র মাধ্যমে পশ্চিমা এবং প্রতিবেশী উপসাগরীয় দেশের জাদুঘরের কাছে বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করছে। | [pezzo del Daily Mail in inglese] Secondo alcune notizie apparse, i militanti dell'ISIS guadagnano milioni con il redditizio contrabbando dei reperti, vendendo in occidente e nei vicini paesi del Golfo i manufatti antichi rubati dai musei, affidandosi a contrabbandieri e intermediari. |
18 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম ফেসবুকে বিক্রি হচ্ছে। | Reperti siriani in vendita su Facebook. |
19 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Fotografia condivisa da @zaidbenjamin su Twitter |
20 | দ্য ডেইলি মেইল দাবি করেছে, আইএসআইএস-এর স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা থেকে ১০,০০০ বছরের পুরোনো শিল্পকর্মগুলোর প্রত্যেকটি এক মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হচ্ছে। তারপর সেগুলো সিরিয়া ও ইরাক হয়ে তুরস্ক এবং লেবাননে পাচার করে দেয়া হচ্ছে। | Il Daily Mail afferma che reperti risalenti a 10,000 anni fa, provenienti dall'auto-proclamatasi capitale dell'ISIS Raqqa in Siria, sono in vendita al prezzo di 1 milione di dollari ciascuno e vengono contrabbandati dalla Siria e dall'Iraq attraverso la Turchia e il Libano. |
21 | সিরিয়ার প্রাচীন স্বর্ণমুদ্রা ফেসবুকে বিক্রি হচ্ছে। | Monete d'oro siriane in vendita su una pagina Facebook. |
22 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Fotografia condivisa su Twitter da @zaidbenjamin |
23 | আইএসআইএস এবং আল কায়েদা গত কয়েক মাসের মধ্যে সিরিয়া এবং ইরাকের বিপুল পরিমাণ ভূখণ্ড দখল করে নিয়েছে। তারা ভূমি দখল করতে করতে যেখানে যাচ্ছে পিছনে রেখে যাচ্ছে ভয়াবহ ধ্বংসের স্মৃতি। | L'ISIS, un ramo di Al Qaeda, è riuscito a occupare un'ampia porzione di territorio in Siria e Iraq, lasciandosi dietro in pochi mesi una scia di orrore e distruzione. |
24 | তারা যেসব এলাকা দখল করছে সেখানেই “বিরুদ্ধ মতবাদ” উপড়ে ফেলছে এবং “ধর্মত্যাগ”-এ বাধ্য করছে। তাদের হাত নিস্তার পাচ্ছে না সভ্যতার আদি নিদর্শন ও প্রাচীন সময়ের সমৃদ্ধ ইতিহাসও। | Tra le aree conquistate dal gruppo estremista, che insiste sulla necessità di spazzare via tutti i siti dell'”eresia” e dell'”apostasia”, vi è anche la Culla della Civiltà, un'area ricca di storia sin dall'antichità. |
25 | জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কো'র সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক একটি পাতা আছে। সেখানে গত চার বছরে সিরিয়ার যুদ্ধে কী পরিমাণ সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ ধ্বংস হয়ে গেছে, তার বিবরণ তুলে ধরেছে। | L'Organizzazione delle Nazioni Unite per l'Educazione, la Scienza e la Cultura (UNESCO) ha aperto una pagina dedicata intitolata Salvaguardare l'eredità culturale siriana per monitorare i danni inflitti alla storia della Siria, ormai al suo quarto anno di conflitto. |
26 | ইউনেস্কো'র তথ্যমতে: | Secondo l'UNESCO: |
27 | সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অবৈধ খনন এবং লুটপাত ব্যাপকভাবে বেড়ে গেছে। | Gli scavi illegali e i saccheggi sono aumentati esponenzialmente dall'inizio del conflitto in Siria. |
28 | এর ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা, জাদুঘরের ক্ষতি হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে সিরিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক সম্পদ। | Queste operazioni hanno danneggiato molti siti storici e musei; una parte importante dei beni culturali siriani sono scomparsi dal paese per finire nel mercato nero e/o in collezioni private. |
29 | সেগুলো এখন ব্যক্তিগত সংগ্রহশালায় অথবা কালোবাজারে পাওয়া যাচ্ছে। | Molti siti archeologici in Siria sono sistematicamente oggetto di scavi clandestini da parte di gruppi ben organizzati, spesso armati. |
30 | সিরিয়ার বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান ধারাবাহিকভাবে সুসংগঠিত এবং সশস্ত্র গোষ্ঠী কর্তৃক আক্রান্ত হয়েছে। | Il ritrovamento di reperti archeologici di grande importanza determina lo sviluppo di attività di lucro per commercianti senza scrupoli che lavorano a livello locale e internazionale. |
31 | তারা সেখানে খনন কার্যক্রম চালিয়ে ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছে। | I siti archeologici nei pressi delle zone di confine sono in genere più soggetti ai saccheggiatori, i quali sfruttano la loro posizione geografica per esportare dalla Siria i manufatti velocemente e illegalmente. |
32 | তাছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো লুট করতে তারা বেছে বেছে সীমান্তবর্তী এলাকার স্থানগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যাতে করে খুব সহজেই সেগুলো বাইরে পাঠিয়ে দেয়া যায়। | Per quanto riguarda la condizione dei musei, la pagina dedicata alla valutazione dei danni a essi inflitti rileva [en] che I musei maggiormente danneggiati in Siria sono quelli della regione nord-ovest del paese, dove si sono verificati pesanti saccheggi di beni culturali di valore e molte opere d'arte al momento non sono rintracciabili. |
33 | তাছাড়া জাদুঘরের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানা যাবে জাদুঘর সংশ্লিষ্ট পেজটির মন্তব্যে: | Molti musei sono stati inoltre danneggiati strutturalmente, poiché colpiti durante i conflitto a fuoco. |
34 | সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জাদুঘরগুলোতেই সবচে' বেশি ক্ষতি হয়েছে। | LEGGI ANCHE: L'ISIS sta cancellando la storia dell'Iraq e della Siria |
35 | সেখানকার মূল্যবান সাংস্কৃতিক সম্পদ ছাড়াও আরো কতো শিল্পকর্ম যে চুরি গেছে তা এখনো হিসাব করা হয়নি! | Molti tuttavia, sono arrabbiati per il fatto che la gente è più toccata dalla distruzione della storia antica che non dalla perdita di vite nella Siria moderna. Liam Stack commenta: |
36 | আবার সশস্ত্র যুদ্ধে অনেক জাদুঘরের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। আরো পড়ুন: | In recent weeks Syrian officials moved some antiques from Palmyra's museum, but didn't warn residents to leave too. http://t.co/EOpFYVc8Tv |
37 | আইএসআইএস ইরাক ও সিরিয়ার ইতিহাস ধ্বংস করছে | - Liam Stack (@liamstack) May 15, 2015 |
38 | এদিকে সিরিয়ানদের মানবিক ক্ষয়ক্ষতি বাদ দিয়ে ঐতিহাসিক স্থাপনাসমূহের ধ্বংস নিয়ে বেশি বেশি আলোচনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। | Durante le ultime settimane le autorità siriane hanno spostato alcune antichità dal museo di Palmira, ma non hanno avvertito la gente di lasciare la zona. |
39 | লিয়াম স্ট্যাক মন্তব্য করেছেন: | E Khaled Diab mette in guardia: |
40 | সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার কর্মকর্তা পালমেইরার জাদুঘর থেকে কিছু প্রাচীন শিল্পকর্ম সরিয়ে ফেলেছেন। | Western fixation with ruins over ruined lives in Syria may prompt ISIS to raze Palmyra for propaganda, says @hxhassan http://t.co/jJZzPzHSGc - Khaled Diab (@DiabolicalIdea) May 25, 2015 |
41 | কিন্তু সেখানকার অধিবাসীদের শহর থেকে চলে যাওয়ার ব্যাপারে সতর্ক করেননি। খালেদ দিয়াব সতর্ক করেছেন: | La fissazione degli occidentali per le rovine più che per le vite distrutte in Siria potrebbe spingere l'ISIS a radere al suolo Palmira solo per fare propaganda, afferma hxhassan |
42 | সিরিয়ার জীবনাশের ঘটনার দিকে পশ্চিমাদের দৃষ্টি নিবদ্ধ থাকলেও আইএসআইএস যে পালমেইরা ধূলিসাৎ করে দেয়ার দিকে দ্রুত এগুচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। | Leggi anche le altre storie di Global Voices sull'argomento [tutte in inglese]: L'ISIS distrugge sculture di 3.000 anni fa, nel museo di Mosul in Iraq |
43 | ইরাকের মসুল পাঠাগার পুড়িয়ে হাজার হাজার পাণ্ডুলিপি এবং বই ধ্বংস করেছে আইএসআইএস | L'ISIS dà fuoco alla biblioteca di Mosul in Iraq, distruggendo migliaia di inestimabili manoscritti e libri |
44 | ভিডিওঃ ইরাকের মসুলে ইউনুস নবীর মসজিদ ধ্বংস করল আইএসআইএস | Video: l'ISIS distrugge la moschea del profeta Jonah a Mosul, Iraq |