# | ben | ita |
---|
1 | উইকিটংসঃ আপনার ভাষার নথি তৈরি করুন | Wikitongues: Documenta la tua lingua |
2 | উইকিটংস ডট অরগ থেকে নেওয়া স্ক্রিনশট (১১-০৩-১৪) | Fermo immagine da wikitongues.org (11-03-14) |
3 | বিশ্বের ৭,০০০ ভাষার নথি তৈরির প্রত্যাশী একটি নতুন প্রকল্প হচ্ছে উইকিটংস। | Wikitongues [en, come i link seguenti, salvo diversa indicazione] è un nuovo progetto che ha l'obiettivo di documentare le 7000 lingue parlate nel nostro pianeta. |
4 | প্রকল্পটি প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায় ভিডিওটিতে কথা বলে অবদান রাখার আহ্বান জানিয়েছে - হোক তা জার্মান, উর্দু, সোয়াহিলি, বা অন্য যে কোন ভাষায়। অধিকাংশ ক্ষেত্রে এটি তাঁদের ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। | Il progetto è gestito principalmente attraverso un account su YouTube, e gli ideatori chiedono alla gente di contribuire condividendo video di loro stessi mentre parlano la loro lingua, che sia questa il tedesco, l'urdu, lo swahili o qualsiasi altra. |
5 | এই প্রকল্পটির সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি অলাভজনক হিসেবে তৈরি করতে উইকিটংস বর্তমানে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করেছে, যেখানে যে কেউ তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে পারবেন। | |
6 | চলতি বছরের শেষ নাগাদ তারা বর্তমানের ৫০ টি ভিডিওর স্থলে ১০০ টি ভিডিও পাবেন বলে আশাবাদি। | Wikitongues sta costruendo una piattaforma su cui chiunque può caricare dei video, ed è questa caratteristica a renderlo un progetto aperto e collaborativo, oltre ad essere naturalmente senza scopo di lucro. |
7 | সহজলভ্য তথ্যের জন্য একটি ডাটাবেস তৈরি করতে যারা সাহায্য করছেন তাঁদের নাম দেওয়া হয়েছে “দূত”। | Gli ideatori del sito sperano di riuscire a raggiungere almeno un centinaio di video entro la fine dell'anno. |
8 | তাঁরা মূলত সুইজারল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, রাশিয়া ও স্পেন ভিত্তিক স্বেচ্ছাসেবী। | Coloro che stanno aiutando a creare dei database che facilitino l'accesso alle informazioni sono dei volontari chiamati “ambasciatori”, di base in Svizzera, Zimbabwe, Sud Africa, Norvegia, Russia e Spagna. |
9 | বিভিন্ন অঞ্চল থেকে একই ভাষা ভাষী বিভিন্ন জনের কথার নথির ক্ষেত্রে সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল বগ্রে উদেল বলেছেন, তারা আশা করেন এর মাধ্যমে ভাষার একটি সাংস্কৃতিক আবেদন প্রদর্শিত হবে। | Secondo il co-fondatore Daniel Bogre Udell, documentando come persone provenienti da zone diverse del mondo parlino la stessa lingua, si spera di dimostrare l'importanza del linguaggio a livello culturale. |
10 | এখানে ইংরেজিতে একটি উদাহরণ রয়েছে। সেখানে আমেরিকার উত্তর ক্যারোলিনা থেকে একজন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অন্য আরেকজন কথা বলেছেনঃ | Ecco un esempio in lingua inglese, parlata sia da una persona del North Carolina (USA) che da un'altra del Sud Africa. |
11 | সেখানে পলিগ্লটস মানুষের জন্যও একটি বিভাগ আছে, যারা একাধিক ভাষায় কথা বলেন: | Esiste anche una sezione dedicata ai poliglotti, persone che parlano più di una lingua: |
12 | ভিডিওতে সাধারণনত “সংখ্যালঘু” ভাষাগুলো রয়েছে, যেমন কেইচি (ডিম), যেটি মায়া ভাষার একটি উপগোষ্ঠী। ভাষাটির উদ্ভব হয়েছে গুয়াতেমালা থেকে। | I video includono quelle che spesso vengono considerate “lingue minoritarie”, come il K'iche (o Quiché) [it], una lingua derivata da quella Maya, originaria del Guatemala. |
13 | তবে, গ্রুপটি তাঁদের ওয়েবসাইটে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভাষাগুলোকে উল্লেখ না করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক। বরং, মোট কথা বলা মানুষের সংখ্যা নির্বিশেষে সবগুলোকে সমান গুরুত্ব দেবার পক্ষপাতি। | Tuttavia, l'équipe di Wikitongues fa molta attenzione a non parlare mai di lingue “maggioritarie” o “minoritarie” all'interno del sito, dando lo stesso rilievo a tutte le lingue, a prescindere dal loro numero di parlanti. |
14 | এছাড়াও তাদের টাম্বলার ব্লগে আলোচনা করার জন্য উইকিটংস একটি “ভাষা সপ্তাহ” ঠিক করেছে, যেখানে প্রতিটি ভাষা সম্পর্কে সুত্র এবং তথ্য থাকবে। | Wikitongues sceglie anche una “Lingua della settimana”, su cui discutere nel loro relativo blog su Tumblr, in cui si trovano link ed informazioni su ogni lingua. |
15 | সম্প্রতি, তাঁদের গুরুত্ব হচ্ছে বাস্কের উপর। | Recentemente ci si era focalizzati sulla lingua Maori. |
16 | আপনি ইন্সটগ্রাম এবং টুইটারে প্রকল্পটি অনুসরণ করতে পারেন - এবং আপনার নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন। | Potete seguire il progetto su Instagram e Twitter e condividere anche i vostri video. |