Sentence alignment for gv-ben-20120406-24424.xml (html) - gv-ita-20120508-58895.xml (html)

#benita
1চীনে আবার ফেসবুক চালু?Facebook alla riconquista della Cina?
2ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ আবার চীনে এসেছেন।Mark Zuckerberg [it], amministratore delegato di Facebook, è tornato in Cina.
3বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক ও নেটনাগরিকেরা তাকে এবং তার বান্ধবী প্রিসিলা চ্যানকে গত ২৭শে মার্চ মঙ্গলবার সাংহাইতে সনাক্ত করেছেন এবং আরো একবার ইন্টারনেটে আগুনের মতো গুজব ছড়িয়ে পড়ে: সামাজিক মিডিয়ার রাজা চীনে এর পুনরাবির্ভাবের জন্যে কাজ শুরু করছেন?Alcuni giornalisti e netizen locali lo hanno avvistato [zh] a Shanghai martedì 27 marzo con la sua ragazza, Priscilla Chan. Ancora una volta le voci si sono propagate su Internet come un incendio: possibile che il re dei social media stia lavorando ad un suo ritorno in Cina?
4জুকারবার্গ একে একটি অবকাশ ভ্রমণ বললেও চীন এবং বিশ্বজুড়ে নেটনাগরিকদের এ নিয়ে সন্দেহ আছে। তারকা চ্যান তার ব্লগ এম.Nonostante Zuckerberg sostenga [en] che si sia trattato solo di un viaggio di piacere, i netizen di Cina e del resto del mondo hanno i loro dubbi.
5আই.
6সি. গেজেট মঙ্গলবারে পোস্ট করেছেন::Star Chan, dal blog M.I.C. gadget [en], scrive:
7এই বিকেলে কিছু চীনা পাপারাজ্জি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং তার চীনা বাগদত্তা'কে সাংহাইতে আবিষ্কার করেছেন, তাই মার্ক জুকারবার্গ চীনে আবার ফিরে এসেছেন!Questo pomeriggio alcuni paparazzi cinesi hanno avvistato a Shanghai l'amministratore delegato di Facebook Mark Zuckerberg e la sua fidanzata cinese [en]. Dunque Mark Zuckerberg è tornato in Cina di nuovo!
8ছুটির ভ্রমণ নাকি ব্যবসায়িক সফর?Vacanza o viaggio d'affari?
9ভিতরের গুজব অনুসারে, মার্ক জুকারবার্গ এবং অ্যাপল সিইও টিম কুক (হ্যাঁ!Secondo indiscrezioni interne, Mark Zuckerberg e l'amministratore delegato della Apple Tim Cook (Sì!
10কুকও চীনে!) একটি ব্যক্তিগত জেট বিমানে করে চীনে একসঙ্গে উড়ে এসেছেন।Anche Cook è in Cina! [en]) sono volati in Cina insieme con un jet privato.
11পশ্চিমের প্রদেশ জিনজিয়াং-এ সংঘটিত দাঙ্গায় অংশ নেয়া জনগণ বিক্ষোভ সংগঠনের জন্যে সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করেছে বলে দেশের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়ার পর ২০০৯ সালের মাঝামাঝি থেকে চীনে নিষিদ্ধ হয় ফেসবুকে প্রবেশ।L'accesso a Facebook è bloccato in Cina dalla metà del 2009 [en], quando le autorità nazionali capirono che i partecipanti alle rivolte scatenatesi nella provincia occidentale del Xinjiang [it] avevano usato il social network per organizzare le proteste.
12ফেব্রুয়ারিতে ফেসবুক প্রকাশ করে যে তারা বিশ্বের বৃহত্তম ইন্টারনেট বাজার চীনে আবার শুরু করার সম্ভাবনা পর্যবেক্ষণ করছেন আর তাই বর্তমানে সরকারীভাবে “ছুটির মাঝে” জুকারবার্গ দেশটি পরিদর্শন করেছেন।In ogni caso, a febbraio Facebook ha rivelato [en] di star valutando la possibilità di riaprire in Cina, il mercato internet più grande al mondo [en], e ora Zuckerberg visita il paese per una “vacanza”.
13সাংহাইবাদী, তোফু মন্ত্রণালয় এবং টেকনোড-এর মতো অন্যান্য ব্লগও জুকারবার্গের সফর নিয়ে আলোচনা করেছে।Anche altri blog, come Shanghaiist [en], Ministry of Tofu [en] e TechNode [en], hanno parlato della visita di Zuckerberg.
14টেকনোড-এ গ্যাং লু লিখেছেন:Gang Lu scrive su TechNode [en]:
15এটি সত্যিই মজার।Questo è davvero interessante.
16বিশ্বের দু'টি সেরা কারিগরি কোম্পানির প্রতিনিধিত্বকারী দুই মহান ব্যক্তি।Due ragazzi in gamba, rappresentanti le due compagnie di tecnologia più popolari al mondo.
17দু'জনেই একই সময়ে চীন দেখতে এসেছেন।Entrambi in visita in Cina nello stesso momento.
18একজন বেইজিং-এ অন্যজন সাংহাই্তে। একজন ব্যবসার জন্যে, অন্যজন ছুটিতে; একজন চীনে প্রথমবার, অন্যজন তার দ্বিতীয় ভ্রমণে এবং এমনকি কিছুটা চীনা বুঝেন; একজন বিস্ময়কর দ্রুতগতিতে চী্নে ব্যবসা বাড়াচ্ছেন, অন্যজন প্রায় পুরো সাইবার জগৎ জয় করলেও চীনে অনুপস্থিত।Uno a Pechino, l'altro a Shanghai; uno in viaggio d'affari, l'altro in visita di piacere; uno per la prima volta in Cina, l'altro già al suo secondo viaggio [en] e capisce persino un po' di cinese; uno sta facendo crescere il suo business con una velocità sorprendente in Cina, l'altro ha quasi conquistato l'intero mondo virtuale ma ancora non è arrivato in Cina.
19কিন্তু আমি বাজি ধরতে পারি তাদের মনের মধ্যে শুধু একটি শব্দ: চীন, চীন!Eppure scommetto che in questo momento nelle loro menti c'è un'unica parola d'ordine: Cina, Cina!
20বুধবারে চীনে পপক্যাপ গেমস [চীনা ভাষায়] ব্যবস্থাপক লিউ কুন [চীনা ভাষায়] সামাজিক নেটওয়ার্ক সিনা ওয়েইবোতে বলেছেন যে তিনি জুকারবার্গকে বেইজিং-এ আবিষ্কার করেছেন এবং তার কর্মকান্ডে তাকে ছুটির মধ্য রয়েছেন বলে মনে হয়নি:Mercoledì Liu Kun, manager di PopCap Games [it] in Cina, ha scritto [zh] sul social network cinese Sina Weibo [it] di aver avvistato Zuckerberg a Pechino e che le sue attività non facevano pensare ad un viaggio di piacere:
21বেইজিং-এ মার্ক জুকারবার্গ চিহ্নিত।Mark Zuckerberg avvistato a Pechino.
22ছবি, লিউ কুনFoto di Liu Kun
23@ লিউ কুন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ!@Liu Kun L'amministratore delegato di Facebook Mark Zuckerberg!
24তিনি আমার থেকে মাত্র ৩ মিটার দূরে।è a soli tre metri da me!
25দৃশ্যটি থেকে ছবি।Una foto dalla scena.
26মার্ক এলিয়ট জুকারবার্গ!Mark Elliot Zuckerberg!
27তিনি কী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)সমস্যা সমাধানের জন্যে বেইজিং এসেছেন?Che sia venuto a Pechino per risolvere il problema VPN? @李菁rekin9 @植物大战僵尸 @赵迅PopCap@ANDY田行智 @蒋涛CSDN @龙伟-大众点评 @宋炜
28[জিজ্ঞেস করেছেন]: @李菁রেকিন৯ @植物大战僵尸 @赵迅পপক্যাপ@এন্ডি田行智 @蒋涛সি এসডিএন @龙伟-大众点评 @宋炜 চীনে জুকারবার্গের সর্বশেষ সফরটি ঘটেছিলো ২০১০ সালের ডিসেম্বরে এবং সেটাও একটি অবকাশ ভ্রমণ হিসেবে দেখানো হয়েছিল।L'ultima visita di Zuckerberg in Cina [en] risale al dicembre 2010 e anche quella è stata fatta passare come una vacanza, nonostante le varie visite [en] alle più importanti compagnie informatiche cinesi come Baidu [it], Sina [en] e Alibaba [en].
29এছাড়াও তিনি বাইদু, সিনা এবং আলিবাবা'র মতো শীর্ষ বিভিন্ন চীনা ইন্টারনেট কোম্পানি কয়েকবার সফর করেছিলেন।La possibilità di vedere Facebook sbloccato ha incoraggiato le speranze di quelli che aspettano un cambiamento sociale e politico nel gigante cinese.
30ফেসবুককে বন্ধনমুক্ত হতে দেখার সম্ভাবনা যারা এশিয়ান দৈত্যের মাঝে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন দেখতে চান তাদের অনেকের মনে আশা জাগিয়েছে।Secondo un'idea ampiamente diffusa, i social media sia locali che globali potrebbero dare ai cinesi il potere che è stato loro negato dal partito comunista.
31অনেকেই ধারণা করেন যে চীনের জনগণকে সামাজিক মিডিয়া স্থানীয় এবং আন্তর্জাতিক উভয়ভাবেই এমন ক্ষমতা দিতে পারে যা চীনা কমিউনিষ্ট পার্টি তাদের দিতে অস্বীকার করে।I social media locali stanno già sfidando i controlli governativi sull'informazione [en] e molti netizen cinesi aspettano con ansia di poter accedere ai social network globali.
32স্থানীয় সামাজিক মিডিয়া ইতোমধ্যে সরকারের তথ্যের উপর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে এবং অনেক চীনা নেটনাগরিক বৈশ্বিক সামাজিক নেটওয়ার্কে প্রবেশে আগ্রহী।
33জুকারবার্গ নিজে বলেছেন যে মিশর বা তিউনিশিয়ায় যেমন হয়েছে তেমনি চীনে ফেসবুক পরিবর্তনের একটি বাহক হতে পারে।Zuckerberg stesso ha dichiarato che Facebook può essere un agente di cambiamento [en] in Cina, come lo è stato in Egitto o in Tunisia.
34১৯শে মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভাবন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এলেক রস হংকং বিশ্ববিদ্যালয়ে তার একটি বক্তৃতায় চীন সম্পর্কে কথা বলেছেন।Alec Ross [en], Consigliere per l'innovazione del Segretario di Stato USA, ha parlato della Cina durante un discorso tenuto alla University of Hong Kong il 19 marzo.
35একজন ছাত্র সেন্সরশিপ এবং নিপীড়ন থেকে দূরে থাকার জন্যে চীনা কর্তৃপক্ষের উপর মার্কিন সরকারের চাপ সৃষ্টির চীনা নেটনাগরকদের দাবি প্রসঙ্গে প্রশ্ন করলে রস পুরোপুরি কূটনৈতিকভাবে উত্তর দেন যে ইতিহাস বলে যে চীনে পরিবর্তন আসতে পারে শুধুমাত্র এর নিজস্ব নাগরিকদের থেকে এবং সামাজিক নেটওয়ার্ক সেক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে।Alla domanda di uno studente sul fatto che i netizen cinesi chiedono al governo statunitense [en] di costringere le autorità cinesi ad abbandonare la censura e la repressione, Ross ha replicato, con una perfetta risposta diplomatica, che la storia dimostra come il cambiamento in Cina possa provenire soltanto dai suoi stessi cittadini e dunque che i social network possono essere di grande aiuto.
36জুকারবার্গের চীন সফরে উস্কে দেয়া অনলাইন আলোচনার মনযোগ ইন্টারনেট শিল্প ছাড়াও সেন্সরশিপ, মত প্রকাশের স্বাধীনতা এবং ফেসবুককে বন্ধনমুক্ত হতে দেখা বা না দেখার উপরও নিবদ্ধ।I dibattiti suscitati in rete dalla visita di Zuckerberg in Cina non sono incentrati soltanto sull'industria di Internet, ma anche sulla censura, sulla libertà di espressione e sulla speranza o meno di vedere Facebook sbloccato.
37নতুন সম্মিলিত ব্লগ সংশোধিত. নাম-এর উইলিয়াম মস চীনে ফেসবুক পুনঃপ্রবেশের সম্ভাব্য দৃশ্যপট এবং নিয়ামকগুলো কল্পনা করেন এবং একটি টেবিল তৈরী করে তিনি দেখান যে চীন সম্পর্কে কথা বলার মানে হলো রাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে কথা বলা:William Moss, del nuovo blog collettivo Rectified.name [en], immagina possibili scenari e player per il ritorno di Facebook in Cina e crea una tabella in cui dimostra che parlare di Facebook e di Cina significa parlare di politica e di libertà d'espressione:
38সাধারণ হিসাবটি হলো এখানে শুধু চালানোর একটা সুযোগ পেতে হলে ফেসবুককে হয় শুধু চীনের মূল পরিষেবা ব্যবহারকারীদের জন্যে অথবা মূল পরিষেবা থেকে আলাদা করা পরিবর্তিত একটি পরিষেবার জন্যে বাধ্যতামূলক সেন্সরশীপ নীতি প্রয়োগ করতে হবে।La logica vuole che, per avere anche solo la possibilità di operare qua, Facebook dovrebbe applicare le politiche di censura previste, o solo agli utenti del suo core service in Cina o ad uno spinoff service separato dal core service.
39একেও আবার কর্তৃপক্ষের কাছে চীনা ব্যবহারকারীদের তথ্য সমর্পণে প্রস্তুত থাকতে হবে, যদি অনুরোধ করা হয়। এম.Dovrebbe anche prepararsi a consegnare alle autorità informazioni sugli utenti cinesi, se richieste.
40আই.
41সি. গেজেট-এ তারকা চ্যান-এর পোস্ট আরো বলেছে:Anche Star Chan su M.I.C. Gadget [en] nota:
42এবং ধন্যবাদ সব চীনা মাইক্রো ব্লগ সিনা ওয়েইবো [চীনা ভাষায়] ব্যবহারকারীদের যারা সমস্ত ছবিগুলো বন্দী করেছেন![E grazie a tutti i microblogger cinesi su Sina Weibo, che hanno rubato questi scatti!
43…] উল্লেখ করা দরকার যে সাংহাইতে থাকাকালে জুকারবার্গ তার ফেসবুক একাউন্ট আপডেট করতে পারবেন না যদি না তিনি একটি ভিপিএন ব্যবহার না করেন। ধন্যবাদ চীনের মহা অগ্নি প্রাচীর (ফায়ারওয়াল)।[…] Si noti che, a causa della Grande Muraglia di Fuoco [it], Zuckerberg non sarà in grado di aggiornare il suo status di Facebook durante la permanenza a Shanghai a meno che non usi un VPN.
44ফেসবুক অবরোধ করা হলেও - সোশালবেকার-এর তথ্য অনুসারে - চীনের প্রায় ৪ লক্ষ ৫০ হাজার ইন্টারনেট ব্যবহারকারী প্রক্সি, টানেল অথবা ভিপিএন সফটওয়ার দিয়ে অগ্নিপ্রাচীরটি (ফায়ারওয়াল) অতিক্রম করে সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করেন।Nonostante Facebook sia bloccato, secondo Socialbakers [en] quasi 450.000 utenti internet accedono al social network in Cina aggirando il firewall [it] con proxy [it], tunnel [it] o software VPN [it], una pratica che verosimilmente non cambierà tanto presto, forse mai.
45সম্ভবত অভ্যাসটি খুব তাড়াতাড়ি বা আদৌ পরিবর্তন হবে না।