Sentence alignment for gv-ben-20131211-40620.xml (html) - gv-ita-20131212-88724.xml (html)

#benita
1ভুলক্রমে ইতালীয় সংবাদপত্র নেলসন ম্যান্ডেলাকে ‘এপার্টহাইড-এর জনক’ বলে অভিহিত করেছেItalia: Nelson Mandela chiamato erroneamente “il padre dell'apartheid”
2ইতালীয় সংবাদপত্র ইল জিওরনালের শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড নামক বর্ণবাদের” জনক হিসেবে অভিহিত করা হয়।Uno screenshot della prima pagina de “Il Giornale” che definisce Nelson Mandela “padre dell'apartheid”
3৫ ডিসেম্বর, ২০১৩ তারিখে যখন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বিশ্বের প্রাণপ্রিয় নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু সংবাদ ওয়েবের বিভিন্ন প্রান্তে পৌঁছায়, তখন সকল প্রকার অনলাইন প্রকাশনা দ্রুত তাদের শিরোনাম আপডেট করা শুরু করে, শোক সংবাদ প্রকাশ করে, এবং ছবি প্রকাশ করে, তারা এমন একজন মানুষের কাহিনী তুলে ধরে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যে আসলে পৃথিবীকে সুন্দর স্থানে পরিণত করে গেছে।Alla notizia della morte dell'amato presidente sudafricano Nelson Mandela il 5 dicembre 2013, pubblicazioni online di ogni genere si sono precipitate ad aggiornare le loro prime pagine, pubblicando necrologi e condividendo immagini, storie e tributi dedicati a un uomo che, con la sua presenza e le sue azioni, ha reso il mondo un posto migliore.
4এই ক্ষেত্রে কেউ অন্যের চেয়ে ভালো করেছে।Tra questi alcuni sono riusciti a contraddistinguersi.
5ইতালি, যেখানে সংবাদপত্র বাজেট কর্তনের মুখোমুখি হচ্ছে এবং সংবাদের মান প্রায়শই সমালোচনার মুখে পড়ছে, সেখানে সেখানে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা তাদের ওয়েবসাইটের শিরোনামে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” (এপার্টহাইড- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির নাম) বলে অভিহিত করে”। ঘটনা হচ্ছে ম্যান্ডেলা এপার্টহাইড নির্মূলে ছিল একাগ্র, যেটি ছিল দক্ষিণ আফ্রিকার এক বর্ণবাদী পদ্ধতি।In Italia, dove le redazioni stanno facendo fronte a tagli di ogni tipo [it, come tutti i link successivi] e la qualità del giornalismo è spesso bersaglio di critiche, molti quotidiani nazionali hanno pubblicato sui loro siti online titoli che definivano Mandela “padre dell'apartheid”, quando Mandela è stato di fatto determinante nello smantellamento dell'apartheid, il sistema di discriminazione razziale sudafricano.
6দেশটি ডান-পন্থী সংবাদপত্র ইল জিওরনালে, সাথে ইল মাত্তিনো ও ইল মাসেগ্রো নামক সংবাদপত্রে শিরোনামে তা দৃশ্যমান হয়, যা অনলাইনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।I titoli in questione sono apparsi su “Il Giornale”, principale quotidiano di destra, e su “il Mattino” e “Il Messaggero” generando un'ondata di critiche online.
7ইতালীয় সংবাদপত্র ইল মেসাগ্রোর শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” হিসেবে অভিহিত করা হয়।Uno screenshot del quotidiano “Il Messaggero” il cui titolo definisce Nelson Mandela “padre dell'apartheid”
8ইতালীয় সংবাদপত্র ইল মাত্তিনোর শিরোনামের স্ক্রিনশট, যেখানে নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক” হিসেবে অভিহিত করা হয়।Uno screenshot del quotidiano “Il Mattino” il cui titolo definisce Nelson Mandela “padre dell'apartheid”
9যদিও প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে এই ভুল সংশোধন করা হয়, কিন্তু বেশ কিছু প্রকাশনা এই শিরোনাম কপি করে, যেমন সংবাদ পোর্টাল ইল পোস্ট।Nonostante la svista sia stata corretta poco dopo la sua pubblicazione, il titolo è stato copiato in numerose pubblicazioni come ad esempio il portale di informazioni Il Post.
10টুইটারে, আন্দ্রেয়া করটেল্লারি, যিনি এই শিরোনামের জনক, তিনি সহ ইন জিওরনালের প্রতিনিধিরা-এর জন্য জোড় হস্তে ক্ষমা প্রার্থনা করে:Su Twitter rappresentanti de “Il Giornale” compreso Andrea Cortellari, autore dell'articolo, hanno porto le loro più sentite scuse:
11এক ক্ষমাহীন ভুল।@milofra @PIERPARDO Errore imperdonabile.
12যেমনটা আপনারা কল্পনা করে নিতে পারে, এই শিরোনামে বলতে চাওয়া হয়েছিল ” এর বিরুদ্ধে লড়াইয়ের সূত্রপাতের যিনি জনক…।Il senso, avrete immaginato, era “padre della lotta a…”. Non posso che porgere le mie scuse
13“ক্ষমা চাওয়া ছাড়া আর কি করতে পারি”।- Andrea Cortellari (@ACortellari) December 5, 2013
14প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি এবং ইতালির বামপন্থীদের প্রতি পক্ষপাতের কারণে অনেকে তাকে এবং এই সংবাদপত্রকে আক্রমণ করে থাকে।Molti hanno attaccato il giornalista e il suo giornale, spesso criticato per il suo fazioso sostegno nei confronti dell'ex Presidente del Consiglio Silvio Berlusconi e della destra italiana.
15যেমন উদাহরণ হিসেবে, টুইটার ব্যবহারকারী আইসহার্টপি, এই ক্ষমার উত্তর প্রদান করেছে:Utenti di Twitter, come ad esempio Iceheartp, hanno replicato alle scuse del giornalista: .
16@একরটেল্লারি, উদ্বিগ্ন হবার কিছু নেই।@ACortellari tranquillo, ci sono cose più umilianti nella vita.
17জীবনে এর চেয়েও অপমানজনক অনেক কিছু আছে।Tipo scrivere per Il Giornale.
18যেমন ইল জিওরনালের জন্য লেখা।- iceheartp (@IceHeartP) December 5, 2013
19বিশেষ করে ইতা্লীয় সাংবাদিকদের মাঝে এটা একটা অস্বাভাবিক মনোভাব, এই বিষয়ের প্রেক্ষিতে অন্যেরা এই ক্ষমা প্রার্থনার প্রশংসা করেছে।Altri hanno apprezzato le scuse, ritenendole un gesto inusuale per un giornalista italiano.
20এদিকে উক্ত পত্রিকার সম্পাদক আলসান্দ্রো সালুস্তিকে উল্লেখ করা প্রখ্যাত সাংবাদিক গাড লেরনার প্রশ্ন করেছে:Al contempo, citando il direttore del giornale Alessandro Sallusti, l'insigne giornalista Gad Lerner ha rivolto questa domanda al pubblico di Twitter:
21সালুস্তির পত্রিকা ইল জিওরনালে ম্যান্ডেলাকে “এপার্টহাইড-এর জনক বলে” অভিহিত করেছে, তারপর ক্ষমা প্রার্থনা করেছে।“Il Giornale” di Sallusti prima definisce Mandela “padre dell'apartheid”, poi chiede scusa. Ma è perdonabile l'ignoranza dei benestanti?
22কিন্তু সুপ্রতিষ্ঠিত পত্রিকার এরকম অজ্ঞতা কি ক্ষমাযোগ্য?- Gad Lerner (@gadlernertweet) December 6, 2013
23এই দুর্ঘটনা, যথেষ্ট জিনিসপত্র না থাকা, বাজেট কর্তন এবং সম্পাদকীয় বিভাগে কর্মী কমিয়ে আনার মাঝেও রিয়াল টাইমে প্রকাশিত সংবাদপত্রের মান ধরে রাখার বিষয়ে এক বড় আকারের আলোচনার সূত্রপাত করেছে। কয়েকজন এর পক্ষে যুক্তি দেখিয়েছেন।L'incidente ha inoltre dato luogo a una più ampia discussione riguardo alla difficoltà di mantenere la qualità del giornalismo in un contesto di risorse sempre più scarse: secondo qualcuno i tagli al bilancio e al personale editoriale rendono il mantenimento di alti standard con pubblicazioni in tempo reale sempre più difficile.
24ইতালীয় সাংবাদিক জিয়ান্নি রিওট্টা শিরোনামের এই ভুলকে ইতালির সংবাদপত্রের বাজে অবস্থার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে:Il giornalista Gianni Riotta ha indicato l'errore come la prova della difficile situazione in cui si trova la stampa italiana:
25সংবাদপত্র নেলসন ম্যান্ডেলাকে “এপার্টহাইড এর জনক” বলে উদযাপন করছে, যা বেদনাদায়ক প্রমাণ যে, এই পেশায় পরিস্থিতি আসলে কতটা বাজে।I giornali che celebrano Nelson Mandela come “il Padre dell'Apartheid” sono prova tragica di come le cose vadano male nel vecchio mestiere - Gianni Riotta (@riotta) December 5, 2013