# | ben | ita |
---|
1 | পেরু: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মারিও ভার্গাস য়োসা | Perù: il Nobel per la Letteratura a Mario Vargas Llosa |
2 | ৭ অক্টোবর বৃহস্পতিবার পেরুর লোকেরা এমন এক সংবাদে জেগে উঠল যাকে বলা হচ্ছে “বছরের সেরা” সংবাদ: সুইডেনের নোবেল একাডেমি মারিও ভার্গাস য়োসাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেছে। | Giovedì 7 ottobre i peruviani si sono svegliati con quella che è stata definita “la notizia dell'anno”: l'Accademia Svedese [it] ha assegnato [en] il Premio Nobel per la Letteratura a Mario Vargas Llosa [it]. |
3 | জোসে মারিও পেদ্রো ভার্গাস য়োসা ১৯৩৬ সালে আরেকুইপাতে জন্মগ্রহণ করেন। | José Mario Pedro Vargas Llosa è nato nel 1936 a Arequipa [it]. |
4 | শৈশবেই তার পিতামাতার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে তার নানার পরিবারের সাথে বলিভিয়ার কোচাবাম্বাতে চলে যায়। | Da bambino, dopo il divorzio dei genitori, si è trasferito con la famiglia materna a Cochabamba [it], in Bolivia. |
5 | পরে আবার পুরো পরিবার পেরুতে ফিরে আসে, কারণ সে সময় তার নানা উত্তর পেরুর পিউরা শহরের এক কূটনৈতিক পদে যোগ দেয়। | In seguito l'intera famiglia è però tornata in Perù, quando il nonno ha ricevuto un incarico diplomatico a Piura [it], nel nord del Paese. |
6 | দশ বছর বয়সে তিনি লিমায় চলে যান। সেখানে তিনি প্রথমবারের মত তার বাবার দেখা পান। | All'età di dieci anni si è poi trasferito a Lima [it] - dove ha conosciuto per la prima volta il padre. |
7 | এর আগে তিনি জানতেন যে তার পিতা মারা গেছে। | Fino ad allora lo aveva creduto morto. |
8 | তিনি লিমার লিওনচিও প্রাডো সামরিক বিদ্যালয়ে যোগ দেন, তবে শীঘ্রই সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এবং পিউরায় তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। | Mario ha frequentato il Collegio Militare Leoncio Prado [es, come in tutti gli altri link, se non diversamente indicato] a Lima, da cui si è tuttavia ritirato per concludere gli studi scolastici a Piura. |
9 | এর পর তিনি আইন এবং সাহিত্য নিয়ে পড়ার জন্য ন্যাশনাল ইউনির্ভাসিটি অফ সান মার্কোস-এ ভর্তি হন। | Si è poi iscritto alla Università Nazionale Superiore di San Marcos per studiare Diritto e Letteratura. |
10 | ১৯ বছর বয়সে তিনি জুলিয়া উরকিদাকে বিয়ে করেন। | |
11 | উরকিদা ছিলেন তার মামীর বোন এবং তার চেয়ে ১৩ বছরের বড়। তরুণ বয়সেই তিনি পেরুর সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন। | A 19 anni ha sposato Julia Urquidi, cognata dello zio materno, che aveva 13 anni in più, per poi iniziare subito a fare il giornalista per varie testate peruviane. |
12 | যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, সে সময় তিনি স্পেনের রাজধানী মাদ্রিদের কমপ্লুটেনসে ইউনির্ভাসিটি নামক বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করেন। | |
13 | যখন তার এই বৃত্তির মেয়াদ শেষ হয় তখন তিনি এবং তার স্ত্রী প্যারিসে গমন করেন। | Contemporaneamente alla laurea, Mario Vargas Llosa ha ricevuto una borsa di studio per la Università Complutense [it] di Madrid, in Spagna. |
14 | ১৯৬৪ সালে তার প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। | Al termine del soggiorno, si è trasferito con la moglie a Parigi. |
15 | এর একবছর পর তিনি তার চাচাতো বোন প্যাট্রিসিয়াকে বিয়ে করেন। | Nle 1964 ha divorziato, per risposarsi un anno dopo con la cugina di primo grado Patricia. |
16 | তাদের তিনটি সন্তান। আলভারো, গনজালো এবং মরগানা। | La coppia ha tre figli: Álvaro, Gonzalo e Morgana. |
17 | ১৯৯০ সালে তিনি পেরুর রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু আলবার্তো ফুজিমোরির কাছে পরাজিত হন। | Nel 1990 si è anche candidato alla presidenza del Perù, dove è stato poi eletto Alberto Fujimori [it]. |
18 | একাডেমি ভার্গাস য়োসাকে নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তার তার ক্ষমতা কাঠামোর বর্ণনা এবং ব্যক্তির প্রবল প্রতিরোধ, বিদ্রোহ এবং পরাজয়ের ছবি আঁকার জন্য। | |
19 | নোবেল পুরস্কার কমিটি য়োসাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের ঘোষনার সময় ৭, অক্টোবর ২০১০-এ সারভেন্তাস ইনিস্টিটিউট অফ নিউ ইয়র্ক-এ মারিও ভার্গাস য়োসা। | L'Accademia ha deciso di premiare Vargas Llosa con il Premio Nobel “per la sua cartografia delle strutture di potere e le sue acute immagini della resistenza, della ribellione e della sconfitta dell'individuo”. |
20 | ছবি ফ্লিকার ব্যবহারকারী গ্লোবোভিশন। এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২. | Mario Vargas Llosa, Istituto Cervantes, New York City, 7 ottobre, dopo la notizia dell'assegnazione del Premio Nobel. |
21 | ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা। . | Foto di Globovision su Flickr, ripresa con licenza Creative Commons Attribution-NonCommercial 2.0 Generic |
22 | যেমনটা আশা করা হয়েছিল, পেরুর ব্লগস্ফেয়ার এই সংবাদে মুখরিত হয়ে উঠেছে। | Ovvimante la blogosfera peruviana si è entusiasmata per la notizia. |
23 | জুয়ান সেপুট এর ব্লগ মাটে পাস্টর [স্প্যানিশ ভাষায়] এই সংবাদের পর স্থানীয় রেডিও-তে ভার্গাস য়োসা যে কথাগুলো বলেন, সেটি জানাচ্ছে: | Il blog Mate Pastor, curato da Juan Sheput, rilancia le parole di Vargas Llosa durante una trasmissione radio locale: |
24 | [মারিও ভার্গাস য়োসা] জানাচ্ছেন, যখন সুইডেনের নোবেল পুরস্কার একাডেমি তাকে এটা জানানোর জন্য ফোন করে যে, সাহিত্যে তার নোবেল পুরস্কার লাভের ঘোষণাটি ১৪ মিনিটের মধ্যে প্রদান করা হবে, সে সময় তিনি ভোর ৫. | Ha raccontato che si trovava già nello studio a lavorare alle 5.30 di mattina, preparando le lezioni per il corso che tiene all'Università di Princeton [it], quando lo hanno chiamato dall'Accademia Svedese, comunicandogli l'imminenza dell'annuncio ufficiale. |
25 | ৩০ পর্যন্ত তার অফিসে কাজ করেছিলেন, পাঠদানের বিষয় প্রস্তুত করছিলেন। | Mario Vargas Llosa ha risposto che pensava fosse uno scherzo, come accadde crudelmente anni fa allo scrittore italiano Alberto Moravia. |
26 | কারণ তিনি প্রিন্সটাউন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। | I blogger di Sophimania hanno pubblicato un post intitolato “Finalmente! |
27 | সে সময় মারিও ভার্গাস য়োসা ভেবেছিলেন যে এটা বোধ হয় এক রসিকতা। | Vargas Llosa ha vinto il Nobel per la Letteratura”: |
28 | অনেক বছর আগে ইতালির লেখক আলবার্তো মোরাভিয়ায় সঙ্গে কেউ একজন এ রকম রসিকতা করেছিল। | In una prima dichiarazione dagli Stati Uniti, Vargas Llosa ha detto di sentirsi “molto commosso e entusiasta” per il premio. |
29 | সোফিমানিয়ার [স্প্যানিশ ভাষায়] ব্লগাররা একটি পোস্ট লিখেছে যার শিরোনাম “ অবশেষে! মারিও ভার্গাস য়োসা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করলেন”: | Lo scrittore peruviano, che ha anche la nazionalità spagnola, vive per il momento a New York perchè svolge delle lezioni all'Università di Princeton. |
30 | যুক্তরাষ্ট্র থেকে ভার্গাস য়োসা তার প্রথম বিবৃতিতে বলেন, এই পুরস্কার লাভে , তিনি প্রচণ্ড আনন্দিত এবং উচ্ছসিত”। | |
31 | পেরুর এই লেখক একই সাথে স্পেনেরও নাগরিক, তিনি এখন নিউ ইয়র্ক শহরে বাস করছেন। | Il blog Marcamasi di Gustavo Alayza esprime sicuramente quanto i peruviani hanno pensato più di una volta: |
32 | তিনি সেখানকার প্রিন্সটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। | È stato l'eterno candidato. |
33 | গুস্তাভো আলাইয়াজা তার ব্লগ মারকামাসিতে [স্প্যানিশ ভাষায়] একটি বিষয় প্রকাশ করেছেন যা নিশ্চিত ভাবে একবারের বেশি পেরুবাসীর চিন্তায় এসেছিল: | Non erano molti i media che quest'anno avevano dato risalto al fatto che stavolta le cose erano diverse, che poteva vincere. |
34 | দীর্ঘদিন ধরে তিনি এই পুরস্কারের দাবিদার। | È stata una piacevole sorpresa. |
35 | এবার খুব বেশি প্রচার মাধ্যম উল্লেখ করেনি যে এ বছর ভিন্ন কিছু ঘটবে। | Jorge Mario Pedro Vargas Llosa ha ricevuto il Premio Nobel per la Letteratura 2010. |
36 | যদিও তারা লিখেছিল, এবারও তার এই পুরস্কার পাবার একটা সম্ভাবনা রয়েছে। | Nel post Nos siguen pegando abajo C. |
37 | এটা এক দারুণ বিস্ময় উপহার দেওয়া। | Valcárcel racconta il suo primo incontro letterario con Vargas Llosa: |
38 | জর্জে মারিও পেদ্রো ভার্গাস য়োসাকে ২০১০ সালে নোবেল সাহিত্য পুরস্কার জন্য বেছে নেওয়া হয়েছিল। | Avevo meno di dieci anni e nella biblioteca di casa mi era capitata tra le mani un'antologia di racconti peruviani. |
39 | নস সিগুয়েন পেগানডো আবাজোর [স্প্যানিশ ভাষায়] ব্লগার সি. | Avevo iniziato prudentemente, con i racconti più corti, lasciando quelli più estesi per altri momenti. |
40 | ভালকারসেল আমাদের জানাচ্ছেন, কি ভাবে তিনি ভার্গাস য়োসার সাহিত্যের সাথে পরিচিত হলেন: | Però dovevo ancora finire l'ultimo racconto, che chiudeva l'antologia, anche se non era il più lungo. |
41 | সম্ভবত তখন আমার বয়স দশ বছরের কম। | Avevo provato a leggerlo prima, ma mi sembrava strano. |
42 | এবং আমি আমার পারিবরিক গ্রন্থাগারে পেরুর গল্পের এক সঙ্কলন পেলাম। | Per me era quasi una finzione, alunni che si ribellavano al direttore di un collegio (militare?). |
43 | খুব সাবধানে আমি সেখানকার সবচেয়ে ছোট গল্পটা পড়তে শুরু করলাম এবং সবচেয়ে বড় গল্পটি অন্য এক সময় পড়ার জন্য রেখে দিলাম। | |
44 | তবে সব শেষে যে গল্পটি পড়লাম সেটি এই গল্পগ্রন্থের শেষ গল্প ছিল। | Il racconto si intitolava “I capi” ed era di Vargas Llosa. |
45 | সেটি বইয়ের সবচেয়ে দীর্ঘ গল্পটি ছিল না। এর আগেও আমি গল্পটি পড়ার চেষ্টা করেছি, তবে তা আমার কাছে একটু অদ্ভুত ধরনের গল্প মনে হচ্ছিল। | Su Twitter, il tag #vargasllosa è in continuo aggiornamento e “Mario Vargas Llosa” è diventato il trending topic numero uno per quasi 12 ore. |
46 | আমরা কাছে তা একটা কল্পকাহিনী বলে মনে হয়েছিল,গল্পে স্কুলের ছেলেরা তাদের অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে (সামরিক বিদ্যালয়?) এই গল্পের নাম ছিল লস জেফাস (নেতারা)। | |
47 | ভার্গাস য়োসা এই গল্পটি লিখেছিলেন। | Luis Alejo Rojas, (@Quest048) scrive: |
48 | টুইটারে #ভার্গাসয়োসা হাসটাগ সবসময় তাজা সাংবাদ গ্রহণ করছে এবং প্রায় ১২ ঘন্টার জন্য সারা বিশ্বের টুইটারে মারিও ভার্গাস য়োসা একটি ধারায় পরিণত হয়েছিল। | |
49 | লুইস আলেজো রোজাস (@কোয়েস্ট ০৪৮) পোস্ট করেছে: চিন্তা করুন আমরা পেরুবাসীরা মারিও ভার্গাস য়োসার বদলে ফুজিমরিকে ভোট প্রদান করেছি। | E pensare che noi peruviani abbiamo votato per Fujimori, invece che per Vargas Llosa; vent'anni dopo uno è in carcere e l'altro ha vinto il Nobel. |
50 | ২০ বছর পর একজন নোবেল পুরস্কার পেয়েছে আর অন্যজন কারাগারে বন্দি। | |
51 | ” বাস্তবিক পক্ষে ভার্গাস য়োসা একজন ঝড় তোলা ব্যক্তি [ট্রোমে], এমনকি তার মেয়ের নাম রাখার ক্ষেত্রে সে অসাধারণ [কাপো] (তার মেয়ের নাম মরগানা)। | |
52 | আমি তার মেয়ের নাম রেখেছিলাম জুয়ানিতা: ওয়াল্টার মেলেন্ডেজ (@আমিগোপেরু) বিস্তারিতভাবে বর্ণনা করেন: | In realtà, Vargas Llosa è un trome [“grande”], perfino nel dare il nome alla figlia (Morgana), io l'avrei chiamata semplicemente Juanita. |
53 | আমি পেরুর বাসিন্দা……#ভাগার্সয়োসার দেশের লোক…… | Walter Meléndez (@amigoperu76) rilancia: |
54 | ব্যাঙ্গ করে রিকার্ডো ফেরাগ্রিনো (@আইরিকিফেরাগ্রিনো) বলেছে: | Sono del Perù… il Paese di #VargasLlosa………. |
55 | এখন এটা জানা গেল যে সকলেই #ভার্গায়য়োসার লেখা পড়েছে এবং তারা লেখা পড়ে আসলেই খুশি। | Ricardo Feregrino (@iRickferegrino) aggiunge con un po' di sarcasmo: |
56 | ৩ নভেম্বর মারিও ভার্গাস য়োসা তারা নতুন উপন্যাস প্রকাশ করবে। এর নাম এল সুয়েনো ডেল সেল্টা। | E adesso risulta che TUTTI hanno letto #VargasLlosa e che la loro felicità è autentica. |
57 | এটি রজার কাজেমন্টের জীবনী নিয়ে লেখা। তবে হয়ত এটি দি ড্রিম অফ সেল্টিক নামে ইংরেজিতে অনুবাদ করা হবে। | Il 3 novembre Mario Vargas Llosa pubblicherà il suo nuovo romanzo, El sueño del celta [Il sogno del celta], sulla vita di Roger Casement [it]. |