Sentence alignment for gv-ben-20090627-3904.xml (html) - gv-ita-20090626-5897.xml (html)

#benita
1ইরান: প্রতিবাদের জন্যে শিল্পIran: il lato artistico delle proteste
2ইরানে অনুষ্ঠিত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে যখন ব্লগার এবং নাগরিক মিডিয়া ব্যবহারকারী শিল্পীরা তাদের শিল্প কর্ম দিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
3নির্বাচনের ফলাফল বাতিলের সপক্ষে বিক্ষোভ যখন তুঙ্গে উঠছে, প্রতিবাদকারীদের উপর সরকারের দমন ও নীপিড়ন বেড়েই চলেছে।Blogger e artisti online hanno creato disegni e vignette per aggiungere un tocco artistico al crescente movimento di protesta sorto in reazione ai risultati delle elezioni presidenziali del 12 giugno [in].
4ওদিকে নাগরিক মিডিয়ার কল্যানে বিশ্বের অনেকেই প্রতিবাদের শ্লোগান এবং নীপিড়নের শিকারদের সম্পর্কে জানতে পারছেন।Insieme alle proteste che chiedono l'annullamento del voto, continua la repressione del governo contro i cittadini che manifestano.
5ব্লগার, ডিজাইনার এবং কার্টুনিষ্ট লেগো ফিস এটি প্রকাশ করেছেন “আমাদের ভোট কোথায়?”:Intanto, il mondo ha potuto conoscere sia gli slogan che le vittime della protesta grazie ai citizen media.
6ভোট ফর ইরান হচ্ছে নেদারল্যান্ড থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট যা ইরানের নির্বাচন সম্পর্কে নাগরিক মিডিয়া ও বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর সংবাদ তুলে ধরে।
7এটি প্রকাশ করেছে “ইরানের প্রতিবাদ সমাবেশের উপর নির্যাতন বন্ধ কর”:Lego Fish, blogger, disegnatore e vignettista, presenta [fa]:
8একজন জনপ্রিয় ব্লগার ও অনলাইন কার্টুনিস্ট নিক আহাং কোশার নেদাকে তুলে ধরেছেন, যে সম্প্রতি একটি প্রতিবাদ সমাবেশে গুলিতে মারা গেছেন।Vote For Iran, [fa] sito olandese che pubblica notizie sull'Iran provenienti sia dai citizen media che dai media ufficiali, presenta:
9তাকে দেখানো হয় এক দেবদুত হিসেবে যাকে তার হত্যাকারী অঙ্গুলী নির্দেশ করে বলছেন ‘তোমারই দোষ ছিল'।Nik Ahang Kosar, famoso vignettista e blogger, ha ritratto Neda, la ragazza colpita a morte durante una manifestazione, come un angelo, mentre il suo uccisore nella vignetta dice: ‘È colpa tua!'.
10নীচে ফেসবুকে আসলানের আঁকা নেদার স্মরণে একটি পোস্টার।Di seguito un'altra creazione dedicata a Neda su FaceBook da Aslan:
11সর্বশেষে নীচে রয়েছে একটি কার্টুনের পোস্টার যা কথিত আছে যে প্রতিবাদ সমাবেশগুলোতে বিতরণ করা হয়েছিল। এটি ফার্সী ভাষায় বলছে “আল্লাহ মহান, মিথ্যা বলা খারাপ, রাইফেল খারাপ এবং বুলেটও খারাপ।”L'esempio finale qui sotto, è un'immagine che, a quanto si dice, è stata distribuita dai cittadini per le strade dell'Iran e dice “Dio è Grande - Le bugie sono il male, i fucili sono il male, i proiettili sono il male”.