# | ben | ita |
---|
1 | সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়িকে আবার গ্রেফতার করা হয়েছে | Siria: nuovamente arrestata (e rilasciata) Razan Ghazzawi con altri attivisti |
2 | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | La blogger siriana e attivista pro diritti umani, Razan Ghazzawi, è stata rilasciata sabato insieme alle sue colleghe. |
3 | সিরিয়ার নিরাপত্তা বাহিনী, দেশটির ব্লগার এবং বাক স্বাধীনতার সোচ্চার প্রবক্তা রাজান ঘাজ্জাউয়িকে মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে পুনরায় গ্রেফতার করেছে। | La notizia è arrivata tramite la sorella di Razan, che ha scritto su Twitter sabato sera: |
4 | এই একটিভিস্ট যেখানে কাজ করেন, দামেস্কের সেই মত প্রকাশ কেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। | @NadineGhazzawi: Mia sorella è a casa :) ma non può più lasciare il Paese…non glielo permettono. |
5 | ঘাজ্জাউয়ির সাথে তার ১৩ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে উক্ত কেন্দ্রের প্রধান মাজেন দারুয়িশও আছেন। | Tuttavia i colleghi uomini di Razan risultano ancora in prigione, secondo la pagina Facebook Free Razan: |
6 | সিরীয় সরকার এই নিয়ে দ্বিতীয়বারের মত রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করল। | Razan e tutte le altre donne del Centro sono LIBERE , Razan è LIBERA! |
7 | ডিসেম্বর ২০১১-এ অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা নামক সম্মেলনে যাবার সময় সিরিয়া জর্ডান সীমান্তে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়। | Giovedì 16 febbraio le forze di sicurezza siriane avevano arrestato Razan Ghazzawi durante un'irruzione negli uffici del Centro Siriano per la Libertà di Espressione di Damasco dove lavora la ragazza. |
8 | তারা এই গ্রেফতার অনলাইনে প্রচণ্ড শোরগোলের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক প্রচারণায়, তাকে দ্রুত ছেড়ে দেবার আহ্বান জানানো হয়। | Ghazzawi è stata arrestata insieme ad altri suoi 13 colleghi, incluso il direttore del centro, Mazen Darwish. |
9 | ঘটনাক্রমে ১৫ দিন কারাগারে রাখার পর, তাকে ছেড়ে দেওয়া হয়। | Questa è la seconda volta che Razan Ghazzawi viene arrestata dalle autorità siriane. |
10 | গত বছরের ডিসেম্বরে রাজানকে গ্রেফতারের পর রাজানকে মুক্ত কর নাম এক পোস্টার, যা তার মুক্তির আহ্বান জানিয়ে সমর্থকরা প্রকাশ করে। | |
11 | ঘাজ্জাউয়ি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সিরিয়ার একজন ব্লগার যে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকে। | La prima volta è avvenuta lo scorso dicembre lungo il confine siriano-giordano mentre Ghazzawi era in viaggio per partecipare ad una conferenza sulla libertà di parola online. |
12 | সে হচ্ছে সিরিয়ার সেই সমস্ত অল্প কয়েকজন ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে। | Il suo arresto ha causato clamore ed è stata lanciata una campagna internazionale per chiedere il suo immediato rilascio. |
13 | এমনি প্রথমবার গ্রেফতার হবার পরেও, সে তার স্বনামে লিখে গেছে। | Razan alla fine è stata rilasciata dopo aver trascorso 15 giorni in prigione. |
14 | সিরিয়ার ব্লগ নিদালাত [ আরবী ভাষায় ] প্রথম এই সংবাদটি প্রদান করে, ব্লগটি এই ঘটনায় নীচের এই বিবৃতিটি প্রদান করেছে: | Ghazzawi è una blogger siriana nata negli Stati Uniti che collabora con Global Voices Online e Global Voices Advocacy. |
15 | আমরা, সিরিয়ার আইন অধ্যায়ন এবং গবেষণা কেন্দ্র, তার এই গ্রেফতারের নিন্দা জানাই এবং তাকে [ একটিভিস্ট] দ্রুত ছেড়ে দেবার জন্য সিরীয় সরকারে কাছে আহ্বান জানাছি। | E' una dei pochi coraggiosi blogger che scrivono in Siria con il loro vero nome, e ha continuato a farlo anche dopo il primo arresto. |
16 | আমরা এই গ্রেফতারে ঘটনাকে, সিরীয় সরকার যে মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার কথা বলে, সরকারের তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ হিসেবে বিবেচনা করছি , যারা বাক স্বাধীনতার পক্ষে কথা বাল কন্ঠকে চেপে ধরতে চায়। | |
17 | তারা [সিরীয় সরকার] স্বচ্ছতা, আলোচনা এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে মিথ্যা দাবী করছে। | Il blog siriano Nidalat era stato uno dei primi a diffondere la notizia, pubblicando la seguente dichiarazione: |
18 | এই সংবাদ নেট নাগরিকরা প্রথম বিশ্বাস করতে চায়নি, যারা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া প্রদান করেছে। রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি টুইট করেছে: | Noi del Centro Siriano per gli Studi e Ricerca Legali condanniamo questo arresto e chiediamo alle autorità siriane di rilasciare gli attivisti immediatamente. |
19 | @নাদিনঘাজ্জাউয়ি:তারা আমার বোন রাজান ঘাজ্জাউয়িকে আবার গ্রেফতার করেছে! আজ সন্ধ্যায় তাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়। | Pensiamo che questa azione contro coloro che difendono la liberà di espressione confermi la posizione delle autorità siriane che vogliono reprimere qualsiasi voce che sostiene tale libertà. |
20 | এই ঘটনায় সাংবাদিক আহমেদ শিহাব এলদিন শোকার্ত @এএসএ:#সিরিয়া এবং বাক স্বাধীনতার (#ফ্রিস্পীচ)-এর জন্য আরেকটি বেদনাদায়ক দিন। | Questo fatto espone le false dichiarazioni del governo siriano sull'apertura, sul dialogo e la riforma costituzionale. |
21 | বিসিরিয়া, গ্রেফতার হবার আগে রাজানের সাথে তার সর্বশেষ কথোপকথনটি স্মরণ করেছেনঃ | La notizia ha causato incredulità tra i netizen che non hanno tardato a reagire. |
22 | @বিসিরিয়া: গতকাল আমি রাজান-এর সাথে কথা বলেছি। | Nadine Ghazzawi, sorella di Razan, ha scritto su Twitter: |
23 | আমি তাকে জিজ্ঞেস করেছিলামঃ “ আপনাকে কি হয়রানী করা হচ্ছে? | @NadineGhazzawi: Hanno arrestato di nuovo mia sorella Razan Ghazzawi! |
24 | তিনি বললেন, না আমি আপনাকে বলছি, যে আমি ততটা গুরুত্বপূর্ণ নই” #ফ্রিরাজান#ফ্রি। | E' stata arrestata stasera mentre era al lavoro al centro di Damasco |
25 | ঘাজ্জাউয়ির গ্রেফতারের বিষয়ে আরো প্রতিক্রিয়ার জন্য দয়া করে টুইটারে #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ যাচাই করুন। | Questo ulteriore episodio repressivo continua a essere seguito su Twitter tramite l'hashtag #FreeRazan e con una nuova pagina su Facebook. |
26 | তাঁর মুক্তির আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পাতাও তৈরি করা হয়েছে। | [ L'ultimo aggiornamento risale alla serata di sabato 18 febbraio 2012 ] |
27 | এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসিতেও পোস্ট করা হয়েছে। | |