# | ben | ita |
---|
1 | ছবিতে প্রদর্শিত হচ্ছে কতটা বাজে ভাবে ধোঁয়া দক্ষিণ পূর্ব এশিয়াকে আক্রান্ত করেছে | Foto dell'imponente foschia che sta invadendo il sud-est asiatico |
2 | ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের ধোঁয়াশার হাত থেকে বাঁচার জন্য মোটর সাইকেল আরোহি এক পরিবার মাস্ক বা মুখে ধোঁয়াশা প্রতিরোধী উপাদান পড়েছে। | Una famiglia in sella a uno scooter indossa mascherine per proggersi dalla nebbia nella provincia di Riau, Indonesia. |
3 | ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইটস @ডেমোটিক্স-এর (১৭/৯/২০১৫) | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/17/2015) |
4 | ইন্দোনেশিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া দাবানল দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতিকে আরো বাজে অবস্থায় পরিণত করেছে। | Un incendio massiccio in una foresta indonesiana ha peggiorato i livelli di inquinamento atmosferico in molte parti del sud-est asiatico. |
5 | খরা এবং ভূমি পরিষ্কার কার্যক্রম, এই দাবানলের অন্যতম কারণ, যার ফলে কেবল ইন্দোনেশিয়া নয়, একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের আকাশও ধোঁয়াশায় ভরে গেছে। | L'incendio, causato dalla siccità e da operazioni di dissodamento del terreno, ha portato la foschia [en, come tutti i link seguenti] non soltanto nei cieli indonesiani, ma anche in Malesia e Singapore. |
6 | ধোঁয়াশা (ধোঁয়া দ্বারা সৃষ্ট কুয়াশা) এমন এক সমস্যা, যার জন্য ক্ষুদ্র কৃষকদের ঝোপঝাড় কাটা এবং পুড়িয়ে ফেলার মত ঘটনা এবং বিস্তৃত এলাকা আকারের পামওয়েল চাষকে অনেকে দায়ী করে থাকে, এই সমস্ত ব্যক্তি এবং কোম্পানি যাতে বন জ্বালানো বন্ধ করে, সে বিষয়টি দেখার জন্য ইন্দোনেশিয়া প্রতিশ্রুতি প্রদান করছে। | Questa foschia è un problema ricorrente, che molti attribuiscono alle operazioni di tagliatura e ai roghi da parte di piccoli contadini e alle grandi piantagioni di olio di palma. L'Indonesia ha promesso di perseguire questi individui e aziende per fermare i roghi nelle foreste. |
7 | এদিকে, ইন্দোনেশিয়ার পশ্চিম পাশের কিছু অংশ এখনো আগুন জ্বলছে, এবং সে দেশটির বেশ কয়েকটি শহর সহ এর নিকটবর্তী মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কিছু শহর ধোঁয়ায় ঢেকে গেছে। | Nel frattempo, le fiamme stanno ancora dilagando nella parte occidentale dell'Indonesia, e il fumo continua a scendere in varie città del paese e nei vicini Malesia e Singapore. |
8 | নীচে কয়েকটি ছবি তুলে ধরা হল যেগুলোতে উঠে এসেছে ধোঁয়াশার আক্রমণে সেখানকার বাসিন্দাদের যন্ত্রণা ভোগের দৃশ্য। | Di seguito, alcune foto mostrano cosa stanno patendo i residenti della regione, l'impatto della foschia: |
9 | ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের কামপুরের রিমবো লং-এ এক জলাভূমিতে অগ্নি নির্বাপণের জন্য এক স্বেচ্ছাসেবীর প্রচেষ্টা । | Un volontario prova a estinguere il fuoco in una torba presso Rimbo Long, Kampar, provincia di Riau, Indonesia. |
10 | ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৪/৯/২০১৫)। | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/14/2015) |
11 | ইন্দোনেশিয়ার সুমাত্রার রাইয়ু প্রদেশের কামপুরের রিমবো লং-এ এক জলাভূমিতে সেনারা আগুন নেভাচ্ছে,ছবি ফাচোরাজি আমরি-এর। | Militari estinguono un incendio che ha bruciato le torbe a Rimbo Long, Kampar, provincia di Riau, Sumatra. |
12 | কপিরাইটস @ ডেমোটিক্স-এর (১৬/৯/২০১৫)। | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/16/2015) |
13 | ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের এক মহিলা সকালে দৌড়ানোর সময় ধোঁয়া থেকে নিজের মুখ রক্ষা করার জন্য মুখ কাপড়ে ঢেকে রেখেছে । | Una ragazza che fa jogging utilizza una mascherina per proteggersi dal fumo nella provincia di Riau, Indonesia. |
14 | ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৭/৯/২০১৫)। | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/17/2015) |
15 | ইন্দোনেশিয়ার পেকানবারু শহরের ধোঁয়াশা বাড়ার সাথে সাথে এক সংবাদপত্র বিক্রেতা মুখ কাপড়ে ঢেকে সংবাদপত্র বিক্রি করছে। | Una ragazza indossa una mascherina e vende giornali nella città di Pekanbaru in Indonesia, che è avvolta dalla nebbia e dal fumo. |
16 | ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৪/৯/২০১৫)। | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/14/2015) |
17 | ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের সুলতান দ্বিতীয় সাইরিফ কাসিম বিমান বন্দর ঘন ধোঁয়াশা-এ ঢেকে গেছে, যার ফলে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট-এর যাত্রায় বিলম্ব ঘটে কিংবা বাতিল ঘোষণা করা হয়। | Una fitta nebbia ha coperto l'aeroporto Sultan Syarif Kasim II nella provincia di Riau, in Indonesia, causando il ritardo e la cancellazione di alcuni voli interni e internazionali. |
18 | ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইটস @ ডেমোটিক্স-এর (৯/১৫/২০১৫)। | Foto di Fachrozi Amri, Copyright @Demotix (9/15/2015) |
19 | মালয়েশিয়ার জোহর নামক শহর ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় এক ব্যক্তি মুখ কাপড়ে ঢেকে তার স্মার্টফোন যাচাই করে দেখছে। | Un uomo indossa una mascherina e controlla il suo smartphone mentre la città di Johor in Malesia è coperta da una fitta nebbia. |
20 | ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫) | Foto di Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015) |
21 | কুয়ালামপুরের এক বালক মুখ ঢেকে ফুটবল খেলছে। | Un ragazzo si copre il viso mentre gioca a calcio a Kuala Lumpur. |
22 | কুয়ালালামপুরের বিখ্যাত ভবন (পেছনে) ধোঁয়াশার ভেতর দিয়ে আবছা চেহারায় উঁকি দিচ্ছে। | Le famose torri (dietro) di Kuala Lumpur sono coperte dalla nebbia. |
23 | ছবি হাজিম মোহাম্মদ জাবিদি-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৩/০৯/২০১৫)। | Foto di Mukhriz Hazim Mohammad Zabidi, Copyright @Demotix (9/13/2015) |
24 | ধোঁয়াশা যখন মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রদেশে আঘাত হেনেছে. তার প্রেক্ষাপটে এক ছাত্র মুখ কাপড়ে ঢেকে রেখেছে। | Una studentessa indossa una mascherina durante un'assemblea scolastica a causa della foschia che sta colpendo molti stati della Malesia. |
25 | ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫)। | Foto di Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015) |
26 | মালয়েশিয়ায় বায়ু দূষণ সূচক যখন ক্রমশ এক অস্বাস্থ্যকর অবস্থার দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নির্দেশ করছে, সে অবস্থায় সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা মুখ কাপড়ে ঢাকতে বাধ্য হচ্ছে। | L'indice di inquinamento atmosferico si è innalzato fino a un livello dannoso per la salute in Malesia, obbligando gli studenti a indossare mascherine a scuola. |
27 | ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫) | Foto di Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015) |
28 | সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা ১৭ সেপ্টেম্বর ২০১৫-এ এক জরুরী সভার আয়োজন করে, এই সভায় আলোচনার বিষয় ছিল গণস্বাস্থ্যের উপর ধোঁয়াশার প্রভাব: | L'Agenzia Nazionale dell'Ambiente di Singapore ha emesso questo avviso il 17 settembre 2015, riguardo l'impatto della foschia sulla salute: |
29 | পরবর্তী ২৪ ঘন্টা আবহওয়ার গুণগত মান নিয়ে এক ভবিষ্যদ্বানী করা, স্বাস্থ্যবান ব্যক্তি জোরে শ্বাস গ্রহণের পরিমাণ কমিয়ে আনবে অথবা ঘরের বাইরে তারা কঠিন কোন শারীরিক পরিশ্রমের কাজ করা কমিয়ে দেবে। | Date le previsioni sulla qualità dell'aria per le prossime 24 ore, le persone sane dovrebbero ridurre gli sforzi fisici prolungati o stananti all'aria aperta. |
30 | বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুরা লম্বা সময় ধরে শ্বাস গ্রহণ-এর পরিমাণ কমিয়ে দেবে অথবা ঘরের বাইরে কোন ভারী কোন পরিশ্রমের কাজ, এদিকে যারা নিয়মিত শ্বাস কষ্টে ভোগে এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগের সমস্যা ভুগছে তারা লম্বা সময় ধরে শ্বাস নেওয়া কিংবা ঘরের বাইরে শ্রম সাধ্য কাজ করা এড়িয়ে চলবে। | Gli anziani, le donne incinte e i bambini dovrebbero ridurre al minimo le attività fisiche prolungate o stancanti all'aria aperta, mentre chi soffre di problemi cronici al cuore e ai polmoni, dovrebbero evitarle del tutto. |
31 | যে সমস্ত ব্যক্তি অনুভব করছে যে তারা সুস্থ নয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং শিশুরা এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগ এবং ফুসফুসের সমস্যায় ভুগছে, তারা অবশ্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে। | Le persone che non si sentono bene, specialmente gli anziani e i bambini, dovrebbero consultare un medico. |
32 | সিঙ্গাপুরের টুইটার ব্যবহারকারীরা এসজিহেজ নামক হ্যাশট্যাগের মাধ্যমে এর ছবি তুলে ধরেছে, এতে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বেস স্যান্ড নামক এলাকা ধোঁয়াশায় ঢেকে গেছে | Alcuni utenti di Twitter di Singapore stanno condividendo foto attraverso l'hashtag #sghaze. L'iconica Marina Bays Sands di Singapore è coperta dalla nebbia. |
33 | ২০০ পিসিআই থেকে এখন নতুন এক মাত্রা ৪০০ পিসিআই-এ নির্ধারণ করা হয়েছে [ ছবি আমার বন্ধু ডাব্লিউকে-এর] | 200 PSI sono i nuovi 400 PSI. [Foto del mio amico WK]. |
34 | এই বিষয়টি স্বর্গের দিকে নিয়ে যাবে | Porterà in paradiso? |
35 | এবং সব শেষে এই হলিউডের ছবির প্যারোডি পোস্টার বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গ করছে : | E infine, questa parodia di un poster di un film di Hollywood che prende in giro la situazione attuale di Singapore: |
36 | যদি সিঙ্গাপুরে মেজ রানার নামের ছবিটি বানানো হত। | Se Maze Runner fosse stato girato a Singapore |