# | ben | ita |
---|
1 | দরিদ্র দেশের জন্য ব্যয়বহুল বৃক্ষঃ বেলজিয়াম থেকে আনা গাছের জন্য তাজিকিস্তানের কয়েক মিলিয়ন ডলার খরচ | Tagikistan: costosi alberi importati dal Belgio per un paese poverissimo |
2 | তাজিকিস্তানের রাজধানী দুশানবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর তারা দামি কাঠের জন্য যে কয়েকশ দশক পুরনো বিখ্যাত বড়ো গাছগুলো কেটে ফেলে, সেগুলোর বদলে দামি বিদেশী গাছ আনা হবে। | Le autorità di Dushanbe, la capitale del Tajikistan, hanno deciso che costosi alberi stranieri costituiscono il miglior rimpiazzo per le centinaia di vecchi platani abbattuti ogni anno [en]. |
3 | একটি স্থানীয় বার্তা সংস্থা ওজোডাগনের [রুশ] মতে, কর্তৃপক্ষ বেলজিয়াম থেকে ৩ হাজার বাদাম গাছ আমদানি করেছে। | Secondo Ozodagon [ru], un'agenzia di stampa locale, le autorità avrebbero intenzione di importare più di 3,000 alberi di castagno dal Belgio. |
4 | আমদানি করা প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার। অতএব এ পরিমান গাছ আমদানি করতে মোট খরচ হয়েছে প্রায় ৪. | Ciascun albero costerebbe circa $1,500 dollari, portando il costo totale dell'operazione di importazione a circa $4,5 milioni. |
5 | ৫ মিলিয়ন মার্কিন ডলার। | Irritata dalla notizia, Tomiris scrive sul suo blog [ru]: |
6 | এই খবরে রাগান্বিত হয়ে তমিরিস তাঁর ব্লগে [রুশ] লিখেছেনঃ | …Viviamo sulla base del principio del “costoso = buono”? |
7 | …আমরা কি “দামি = ভালো” মতবাদে বিশ্বাস করে বেঁচে আছি ? | Qualcuno può dirmi perché cavolo un Paese così povero dovrebbe importare alberi così cari? |
8 | কেউ কি আমাকে বলতে পারেন, এমন একটি দরিদ্র দেশ কেন দামি গাছ কেনে ? | Cosa c'è che non va con gli alberi coltivabili localmente? |
9 | টাকা খরচ না করে স্থানীয়ভাবে যেসব গাছ উৎপাদন করা যায়, সেগুলোতে তাদের কি সমস্যা ? | $1,500 dollari costituiscono 37 pensioni medie al mese! |
10 | ১,৫০০ মার্কিন ডলারে গড়ে ৩৭ জন লোকের মাসিক অবসরভাতা হয়ে যায়! | Sono circa 10 salari medi per insegnanti e medici! |
11 | এই টাকায় শিক্ষক এবং ডাক্তারদের ১০ মাসের মাসিক বেতন হয়ে যায়! … | Sono l'unica che pensa che il nostro governo sia impazzito? |
12 | শুধুমাত্র আমি একাই কি ভাবছি যে আমাদের সরকার পুরোপুরি উন্মাদ হয়ে গেছে ? অনেক প্রতিক্রিয়ার ঝলক দেখিয়ে তমিরিস এই ঘটনাটি নিয়ে টুইটও করেছেনঃ | L'utente Tomiris ha scritto di questa storia anche su Twitter, provocando numerose reazioni [en, come i link seguenti, salvo diversa indicazione]: |
13 | দুশানবের জন্য তাজিকিস্তান ৩ হাজারটি বেলজিয়ান বাদাম গাছ কিনেছে। | Il Tajikistan ha comprato 3,000 castagni dal Belgio per Dushanbe. |
14 | প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার। | Ogni albero costa circa $1,500 dollari #machecazzo #follia #solointajikistan |
15 | একটি ধারনা পাওয়ার জন্যঃ (একটি গাছের দাম) ১,৫০০ মার্কিন ডলার, যা গড়ে ৩৭ জনের মাসিক অবসর ভাতার সমান। এই বিশাল অংক ১০ জন শিক্ষক বা ডাক্তারের মাসিক বেতনের সমান। | Per una prospettiva: $1,500 (il costo di un albero) è pari a 37 pensioni medie al mese o a 10 salari medi mensili per insegnanti e medici #solointajikistan |
16 | @তমিরিসটিজে দুশানবেতে একজন বিভ্রান্ত এবং অকাজের মেয়র আছে। | Dushanbe ha un Sindaco confuso e dei cittadini passivi. |
17 | আমি শুধুমাত্র আশা রাখি গাছগুলো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ এবং শহরের অব্যবস্থাপনা পূর্ণ পরিবেশে যেন টিকে থাকে। | Spero solo che gli alberi riescano a sopravvivere al caldo torrido dell'estate e alla cattiva amministrazione della città. |
18 | @তমিরিসটিজে আপনি আরেকটু খেয়াল করলে দেখবেন, তারা এই গাছগুলোর জন্য বিশেষ ধরনের মাটিও কিনবে - প্রতিটি গাছের জন্য হয়তোবা ২,০০০ মার্কিন ডলারের মাটি কিনবে। | Vedrai, acquisteranno anche un terreno speciale per gli alberi - $2,000 dollari per ciascuna pianta. |
19 | @ইতাজিকিস্তান @তমিরিসটিজে অদ্ভূত। | Wow. |
20 | আমি অবাক হচ্ছি, তারা গাছের নিচে ঘাস লাগাতে কতো টাকা খরচ করবে। | Mi chiedo quanto spenderanno per il prato da piantare sotto agli alberi. |
21 | @তমিরিসটিজে বাদাম গাছগুলো লাগাতে তারা এই সুন্দর বিশাল বড় বড় ছায়া প্রদানকারী গাছগুলো কেন কাটবে?! | Perché vogliono tagliare quei magnifici alberi, tanto per cominciare?! |
22 | নগর সরকার যা করছে, তা রীতিমতো বাস্তুতন্ত্র হত্যার সামিল, রীতিমতো অপরাধ … | Quello che sta commettendo l'amministrazione della città è un “ecocidio”, un crimine… |