# | ben | ita |
---|
1 | মিশর: ঘাদ পার্টির সদর দপ্তর আগুনে ভস্মীভুত | Egitto: incendio sospetto nella sede centrale del partito Al Ghad |
2 | মিশরে সাম্প্রতিক বেশ কটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেছে। নভেম্বরের ৬ তারিখেও এক ভিন্ন ধর্মী অগ্নিকান্ড সংঘটিত হয়েছে - সেই গল্পই শোনা যাক। | Malgrado la serie di incendi avvenuti di recente in Egitto, quella di oggi [6 novembre] è la storia di un incendio completamente diverso - divampato nella sede ufficiale del partito Al Ghad [in], al Cairo. |
3 | এই অগ্নিকান্ডের সুত্রপাত কায়ারোর আল ঘাদ পার্টির সদর দপ্তরে। | |
4 | ব্লগার জেইনোবিয়া ঘটনাটি বর্ননা করছেন: | La blogger Zeinobia [in] è stata una delle prime a dare la notizia: |
5 | ব্লগার নুরা ইউনুস এর মাধ্যমে জানা যাচ্ছে, আল তাহিরে অবস্থিত আল ঘাদ পার্টির সদর দপ্তর এক উচ্চ পর্যায়ের মিটিং শেষে পুরোপুরি ভস্মীভূত হয়েছে!!!??? | |
6 | আল ঘাদ লিবারেল পার্টি ড: আইমান নুরের দল। এটি বিরোধী পক্ষে রয়েছে। | Via Noura Younis [ar], “Il quartier generale del partito Al Ghad Party in [piazza] Al Tahrir è stato divorato dalle fiamme dopo una riunione ufficiale!!??” |
7 | আইমান নুর সম্প্রতি এমন এক অভিযোগে জেলে রয়েছেন যা কেউ বিশ্বাস করতে পারছে না। | Al Ghad è il partito liberale di opposizione guidato dal Dr. Ayman Nour, attualmente detenuto per accuse che non hanno convinto nessuno. |
8 | পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ছিল, কে দলটিকে এগিয়ে নিয়ে যাবে। | C'è stata una lite tra due correnti interne del partito su chi dovesse assumerne la guida. |
9 | আপডেট ১: এবিএন মাসর সিটিজেন জার্নালিজম ওয়েবসাইট অনুসারে (আরবি ভাষায়) আইমান নুর ও মুসার অনুসারিদের মধ্যে লড়াই থেকে আগুণের সুত্রপাত। | Update 1: Secondo il sito di citizen journalism Abna2Masr [ar], l'incendio è divampato in seguito alla rissa tra seguaci di Ayman Nour e quelli di Moussa, rivale di Nour che vuole guidare il partito. |
10 | নুর এর প্রতিপক্ষ মুসা পার্টির প্রধান হতে চেয়েছিল। | |
11 | মুসার সাথে সরকারের ভাল সম্পর্ক রয়েছে। | Per la cronaca, Moussa è persona gradita all'attuale regime. |
12 | ইজিপশিয়ান সিটিজেন লিখছে: | Egyptian Citizen [in] ha scritto: |
13 | মিশরের নিরাপত্তা কর্মী এবং কিছু দুস্কৃতিকারী আল ঘাদ পার্টি মুল অফিস আক্রমণ করে, সেখানে আগুন দেয়, এবং সেখানকার জিনিষপত্র ধবংস করে। | |
14 | যারা সেখানে উপস্থিত ছিলেন তারা জানাচ্ছেন যে সমস্ত দৃস্কৃতিকারী সেখানে আগুণ দেয় তারা মুস্তাফা মুসার অনুসারী। | Oggi le forze di sicurezza egiziane insieme a molti malitenzionati hanno attaccato la sede del partito Elghad, appiccato il fuoco e distrutto il quartier generale. |
15 | তারা আল ঘাদ পার্টির প্রধান নেতা ড: আইমান আল নুর-এর চিন্তার সাথে ভিন্নমত প্রকাশ করে। কারণ মুসা মুস্তাফা মুসার সাথে মিশরীয় নিরাপত্তা কর্মীদের এক সন্দেহজনক সর্ম্পক রয়েছে। | I testimoni riferiscono che i malviventi che hanno distrutto e appiccato le fiamme nell'edificio sono sostenitori di Moussa Mustafa Moussa, il quale si oppone all'attuale direzione del Partito Elghad, guidato dal Dr. Ayman Nour. |
16 | এর কারনে নিরাপত্তা রক্ষীরা আল ঘাদ পার্টির সদর দপ্তর (আইমান নুর) দখল করতে তাকে সাহায্য করে । | A causa delle relazioni ambigue tra Moussa Mustafa Moussa e le forze dell'ordine egiziane, queste hanno cercato di aiutarlo a prendere il controllo della sede dell'Elghad (di Ayman Nour). |
17 | এর ফলাফল, এই সকল ধবংসের সুত্রপাত। | Il risultato è la sua completa distruzione |
18 | ব্লগার নিদাল চাক্ষুস সাক্ষীর দেখা ঘটনার বর্ণনা দিচ্ছেন: | Il blogger Nidaal [ar] riferisce una testimonianza oculare: |
19 | যেটি ছিল অবাক করার মতো বিষয়, তা হলো, সেদিন তালাত হার্ব স্কোয়ার ছিল পুলিশে ঠাসাঠাসি অবস্থায়। | La cosa strana è che piazza Talaat Harb di solito è piena di poliziotti, invece oggi sembrava che fossero tutti in vacanza. |
20 | মনে হচ্ছিল এই সব পুলিশ সেদিন ছুটিতে রয়েছে। | Non hanno cercato di fermare questi criminali quando hanno assalito la sede di partito. |
21 | দুস্কৃতিকারীদের থামানোর কোন চেষ্টাই পুলিশের তরফ থেকে ছিল না। | Secondo il racconto di un testimone oculare - i malviventi avrebbero reciso le manichette dei pompieri, spingendo via quelli che cercavano di opporre resistenza. |
22 | সাক্ষীর বক্তব্য অনুসারে দুস্কৃতিকারীরা দমকল কর্মীদের পানির পাইপ-এর লাইন কেটে দেয় এবং যখন তারা (দমকল কর্মীরা) তাদের কথা শুনছিল না তখন তাদের উপর আক্রমণ করে বসে। | |
23 | এ সকল কিছুই ঘটে নিরাপত্তা রক্ষীদের নাকের ডগায়। | Tutto ciò avveniva sotto gli occhi della polizia che si limitava a guardare. |
24 | দি স্কেপটিক তার বন্ধু স্বচক্ষে যা দেখেছে সে সমন্ধে জানাচ্ছেন। এই বর্ণনার শুরু আগুণ ধরানো থেকে: | Anche il blogger The Skeptic [in] riporta la versione di un amico sulle cause che hanno provocato l'incendio: |
25 | আমরা এক বন্ধু সে সময় সেখানে ছিল। সে আমাকে বলে এই দ্বন্দ্বের শুরু তখন যখন আইমান নুরের স্ত্রী জামিলা ইসমাইল পার্টির অফিস থেকে বের হতে অস্বীকার করে। | Un amico che si trovava lì mi ha detto che la zuffa è iniziata quando la moglie di Ayman Nour, Gamila Ismail, si è rifiutata di lasciare la sede gridando: “Abbasso Mubarak!” |
26 | তার বদলে শ্লোগান দেয় মুবারক নিপাত যাক! | Sembra che i sostenitori della fazione filo-governativa abbiano risposto: “Vieni giù, puttana!” |
27 | সরকারের সমর্থন পুষ্ট পার্টির বিরোধী কর্মীরা জবাব দেয়, নেমে আয় বেশ্যা, ওখান থেকে নেমে আয়। | |