Sentence alignment for gv-ben-20110926-20249.xml (html) - gv-ita-20110926-46042.xml (html)

#benita
1আলজেরিয়াঃ ফুটবল খেলার মাঠ, ভিন্নমত প্রকাশের এক নুতন ক্ষেত্রAlgeria: esprimere dissenso anche grazie al calcio
2নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য আলজেরীয় নাগরিকরা নতুন উপায় আবিষ্কার করেছে।
3ফুটবল খেলার দর্শকরা মাঠে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের সুযোগ গ্রহণ করেছে। আলজেরিয়া হচ্ছে সেই রাষ্ট্র যা এখন পর্যন্ত তথাকথিত আরব বিপ্লবের বসন্তের ছায়া থেকে নিজেকে আড়াল করে রাখতে সক্ষম হয়েছে।La popolazione algerina ha scoperto un nuovo modo per far sentire la propria voce: in un Paese che si è finora mantenuto al riparo dall'ondata rivoluzionaria della cosiddetta Primavera Araba, i tifosi usano i cori da stadio per lanciare messaggi dal contenuto politico.
4টুইটারে, আলজেরীয় টুইটার ব্যবহারকারী বাকী ৭আওয়ার এই নতুন ধারার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করছে।Su Twitter, è l'utente algerino Baki 7our a richiamare la nostra attenzione su questa nuova strategia:
5@৭আওয়ার: #আলজেরিয়ায় এক অস্বাভাবিক ঘটনাঃ ফুটবল সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক স্লোগান দিচ্ছে, ‘শাসকের বোমা বিস্ফোরণ ঘটায়, আর দোষ দেয় আল কায়েদার'। http://ow.ly/6DIjx।@7our [en, come tutti i link tranne ove diversamente indicato]: Cosa insolita per l'Algeria: i tifosi intonano cori politici allo stadio. “Il regime mette le bombe e poi accusa Al Qaeda” http://ow.ly/6DIjx
6এই ভিডিও, যা পোস্ট করেছে ইজিপ্টকিং১, সেটি আমাদের প্রদর্শন করছে, একদল প্রাণবন্ত জনতা ড্রামের তালে তালে গান গাইছে:Il video [ar], condiviso da egypteking1, mostra una folla animata che canta al ritmo dei tamburi.
7আলজেরীয় বা দরিজা ভাষায় গাওয়া এই গানের কথাগুলো হচ্ছেঃIl motivetto, nella variante algerina dell'arabo, dice:
8““[আলজেরীয় রাষ্ট্রপতি আবদুল আজিজ ) বুতাফ্লিকা আরো এক দফা রাষ্ট্রপতি পদে থাকতে চায়, আর জেরহোউনি [ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী] তা নিশ্চিত করার জন্য সবকিছু করছে। এর মধ্যে রয়েছে বোমা হামলার নাটক সাজানো এবং তারপর এর জন্য তারা আল কায়েদাকে দোষারোপ করছে”।[Il presidente Abdelaziz] Bouteflika vuole un altro mandato, e Zerhouni [ex ministro degli Interni] fa di tutto perché ciò accada, incluso inscenando attacchi terroristici per poi incolpare Al Qaeda.
9৭আওয়ার, আমাদের আরেকটি লিঙ্ক প্রদর্শন করছে, যেখানে দর্শকরা আলজেরিয়ার শ্রেণী সংগ্রাম; ধনী এবং দরিদ্রের মধ্যে যে সংঘাত, সেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছে।7our pubblica il link di un altro video in cui i tifosi evocano la lotta di classe in corso nel Paese:
10@৭আওয়ার: # আলজেরিয়া: ফুটবল মাঠে দর্শকরা আরেকটি বিষয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছে, তাদের স্লোগানের বিষয় হচ্ছে সুবিধা বঞ্চিত বনাম সুবিধা ভোগী শ্রেণীর সংগ্রাম।http://ow.ly/6DJtq।@7our: #Algeria: Altri cori politici allo stadio. L'argomento è la lotta di classe tra le classi deboli e quelle privilegiate http://ow.ly/6DJtq
11ভিডিওটি এখানে রয়েছে। ইউটিউবে এটি আপলোড করেছে সাইমিরাশাদি:Questo [ar] è il filmato, caricato su YouTube dall'utente Saimirsaadi:
12http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
13v=fI2u-VFgJHcv=fI2u-VFgJHc
14তবে মালিকা স্লিমানির মতে, রাজনৈতিক মত প্রকাশের এই ক্ষেত্র একেবারে নতুন কিছু নয়।Ma come fa notare Malika Slimani, i cori politici non sono una vera e propria novità nel panorama sportivo algerino:
15@তানিয়াস্লিমানি: @জাস্টআমিরা; স্মরণ করতে পারি, ফেব্রুয়ারী/ মার্চে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাদের আমি “লিবিয়া” বলে স্লোগান দিতে দেখেছি।@TanyaSlimani: @JustAmira Ricordo che a febbraio/marzo, al momento dell'inno, la gente urlava “Libia”
16যদিও ফেব্রুয়ারি মাস থেকে বিক্ষোভ শুরু হয়েছে, তারপরেও আলজেরিয়া, আরব বিপ্লবের বসন্তের পূর্ণ মাত্রায় বিকশিত হবার সময়েও নিজেকে এর থেকে আড়াল করে রাখতে সক্ষম হয়েছে।Nonostante nel mese di febbraio si siano registrate diverse proteste, l'Algeria sembra mantenersi lontana dalla rivoluzione.
17দেশটির ফুটবল খেলাগুলো রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাকে তুলে ধরার জন্য একটি ক্ষেত্র হতে পারে।In futuro saranno forse proprio le partite di calcio ad aprire la strada a rivendicazioni politiche, sociali ed economiche?