# | ben | ita |
---|
1 | অং সান সু কির থাইল্যান্ড সফর | Aung San Suu Kyi in visita alla Tailandia |
2 | নোবেল বিজয়ী অং সান সু কি যখন সর্বশেষ মিয়ানমার ত্যাগ করেছিলেন রোনাল্ড রিগ্যান তখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সেটা ২৪ বছর আগের কথা। | Ronald Reagan era ancora presidente degli Stati Uniti l'ultima volta che il Nobel per la Pace Aung San Suu Kyi lasciò il Myanmar. |
3 | এই সপ্তাহে তিনি থাইল্যান্ড সফরে রয়েছেন যেখানে তিনি ব্যাংককে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি বক্তৃতা দিয়েছেন। সু কির ঐতিহাসিক সফর সাথে সাথেই বিশ্বের সামাজিক মাধ্যমগুলোর নজর কেড়েছে। | Sono passati 24 anni, e quest'ultima si è recata [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato] in Tailandia per tenere un intervento al Forum Economico Mondiale [it] di Bangkok. |
4 | এদিকে, নেট নাগরিকগণ থাইল্যান্ডে সু কির সফর পর্যালোচনা করতে #assk (আস্ক) হ্যাশট্যাগ ব্যবহার করছেন। | La storica visita di Suu Kyi ha subito attirato l'attenzione dei media. |
5 | ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সু কি। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফ্লিকার পাতা থেকে ছবি | I netizen, da parte loro, hanno usato l'hashtag #assk per seguirne il viaggio nel Paese.. |
6 | @Juarawee (জুয়ারাউই) RT @JonahFisher: ব্যাংককের বাইরে হাজার হাজার জনতা অং সান সু কির পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। | @Juarawee: RT @JonahFisher: in migliaia aspettano l'arrivo di #ASSK appena fuori Bangkok. |
7 | ফুল। | Fiori. |
8 | সঙ্গীত। | Canti. |
9 | এটি একটি উদযাপন। | È una festa. |
10 | @sdmireland(এসডিমায়ারল্যান্ড) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কির জন্য দাঁড়িয়ে করতালি এবং আমি নিশ্চিত কণ্ঠ বাধাগ্রস্ত… | @sdmireland: Standing ovation per #ASSK al #WEF e io ho il nodo alla gola… Suu Kyi al Forum Economico Mondiale. |
11 | @WattaneeNYY(ওয়াট্টান্যানী) “এটা সত্যি যে আমরা বাকি সবার পেছনে, কিন্তু তার মানে হল আমরা বাকি সবার ভুলগুলো থেকে শিখতে পারি।” | Immagine Flickr dalla pagina del WEF @WattaneeNYY: “È vero che noi siamo dietro a tutti gli altri, ma ciò significa che possiamo imparare dagli errori di tutti gli altri.” |
12 | #ASSK #WEF | #ASSK #WEF |
13 | @YossieBistro(ইয়োসিবিস্ট্রো) থাইল্যান্ডে অং সান সু কিকে স্বাগতম। | @YossieBistro: Benvenuta in Tailandia #ASSK. |
14 | আপনার এখানে আসা শুধু একটি সফরই নয়। | Averti qui non è solo una visita. |
15 | এটি অবশ্যই রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। | È senza dubbio un passo importante per la storia della politica. |
16 | @OliverLaceyHall(অলিভারল্যাসিহল) ২৪ বছর পর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কিঃ “আমি সবসময়ই আলোর প্রতি আকৃষ্ট হয়েছি। | @OliverLaceyHall: #ASSK al #WEF approda a Bangkok dopo 24 anni: “Sono rimasta affascinata dalle luci. |
17 | বার্মার বিদ্যুৎ আইন প্রয়োজন” | Burma ha bisogno di una politica energetica” |
18 | সু কি বিদ্যুৎহীন অবস্থার কথা বলেছেন যা গত সপ্তাহে মিয়ানমারের অনেক প্রধান শহরগুলোতে বিদ্যমান ছিল। | Suu Kyi si riferisce ai blackout elettrici che hanno colpito parecchie città chiave del Myanmar la scorsa settimana. |
19 | বিদ্যুৎস্বল্পতার কারণে দেশটিতে কিছু শান্তিপূর্ণ মিছিল হয়েছে। | La mancanza di elettricità ha innescato parecchie proteste pacifiche nella nazione. |
20 | থাইল্যান্ডে সু কিকে বিশাল জনতার স্বাগতম। | La grande folla che ha accolto Suu Kyi in Tailandia. |
21 | ছবি @seacorro এর সৌজন্যে | Immagine di @seacorro |
22 | সু কি থাইল্যান্ডে বসবাসকারী ৩০০,০০০ অভিবাসীর একটি শহর ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই মিয়ানমার থেকে আগত। | Suu Kyi ha visitato una città tailandese dove risiedono 300.000 emigrati, la maggior parte dal Myanmar. |
23 | অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা তার বক্তৃতা শোনার অপেক্ষায় ছিলঃ | Molti hanno atteso ore per poter ascoltare il suo discorso: |
24 | @newley(নিউলি) সামুট সাখনের আবহাওয়া তীব্র ছিল, যেখানে অং সান সু কি সকালে মিয়ানমার থেকে আগত অভিবাসীদের সাথে কথা বলেছেন, @Anasuya (আনাসুইয়া) আমাকে বলেছেন। | @newley: L'atmosfera era elettrica a Samut Sakhon, dove stamane Aung San Suu Kyi ha parlato agli emigrati dal Myanmar, me lo ha detto @Anasuya. |
25 | @JonahFisher(জোনাহফিশার) ২৪ বছরে বার্মার বাইরে প্রথম সকাল সবচেয়ে দরিদ্র ও প্রতিবাদী কাউকে নির্বাচন করেছে। | @JonahFisher: È la prima mattina lontano da Burma in 24 anni e ha scelto di trascorrerla con alcuni tra i più poveri e disperati. |
26 | তিনি অং সান সু কি। | Questa è Aung San Suu Kyi. |
27 | Thai InnoMemes (থাইউনোমেমস) “আনন্দ!!!” | Thai InnoMemes: ”Evviva!!!” |
28 | …গণতান্ত্রিক নেত্রী অং সান সু কি দুই দশকেরও বেশি সময় পর থাইল্যান্ডে মিয়ানমারের অভিবাসী কর্মীদের সাথে সাক্ষাতের জন্য তাঁর প্রথম ঐতিহাসিক সফর করলেন | …La leader democratica Aung San Suu Kyi ha fatto il suo primo storico viaggio oltremare dopo oltre due decadi incontrando i lavoratori migranti dal Myanmar in Tailandia |
29 | @tonravee(টনরাভী) তিনি বলেন মিয়ানমারে এমন অবস্থা সৃষ্টি করাই মূল লক্ষ্য যেখানে আমাদের অভিবাসী কর্মীরা আমাদের দেশে ফিরে আসতে পারে ও শান্তিতে কাজ করতে পারে। | @tonravee: Ha detto che lo scopo ultimo è quello di creare una situazione in Myanmar tale che i lavoratori migranti possano tornare e lavorare nella loro nazione pacificamente. |
30 | @ThanongK(থানঙ্গক) RT @wayne_hay(ওয়েইন_হে): অং সান সু কি কমিউনিটি সেন্টারে পৌঁছানোর পর বিশৃঙ্খল অবস্থা ছিল। | @ThanongK: RT @wayne_hay: Scene di caos a Samut Sakhon quando #ASSK è arrivata nella comunità. |
31 | তাকে ধাক্কা ও ঠেলে দেয়া হয়েছিল। | È stata urtata e spinta. |
32 | সু কি একটি সংসদ আসন জিতেছেন এবং তাঁর দলও জনমত পরিবর্তন জরিপে জিতেছে। | Suu Kyi ha conquistato un seggio parlamentare alle recenti elezioni, e il suo partito ha ottenuto una schiacciante vittoria elettorale. |
33 | গত বছর নিষেধাজ্ঞা থেকে সু কির মুক্তি এবং মূলধারার রাজনীতিতে তাঁর অংশগ্রহণ অনেকের মনেই মিয়ানমারে পরিবর্তনের জন্য তাঁকে প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী হিসেবে ভাবিয়ে তুলেছে। | Il suo rilascio dello scorso anno e l'entrata in politica sono stati accolti da molti come un segno promettente di riforma in Myanmar. |