# | ben | ita |
---|
1 | সৌরশক্তি ভারতীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলছে | India: progetto di energia solare promette energia pulita e contadini felici |
2 | ভারতের পন্ডিচেরির সোলার প্যানেল ব্যবস্থা। | Batteria di pannelli solari a Auroville, Pondicherry, India. |
3 | অমরেশ সুন্দরম কুপ্পুস্বামীর ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবি নেয়া হয়েছে। | Immagine di Flickr di Amaresh Sundaram Kuppuswamy. |
4 | সিসি বিওয়াই-এনসি-এসএ। | CC BY-NC-SA |
5 | বিশ্বে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা ৬২৮ মিলিয়ন। এর ২৯০ মিলিয়নই বসবাস করেন ভারতের গ্রামাঞ্চলে। | Circa 628 milioni di persone nel mondo non hanno accesso all'energia elettrica e di questi 290 milioni abitano nelle campagne indiane [en, come i seguenti]. |
6 | সেজন্য বেশিরভাগ ভারতীয় কৃষক চাষাবাদের জন্য সেকেলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নলকূপ দিয়ে পানি সেচের ব্যবস্থা করেন। | Qui, molti contadini devono affidarsi a reti di distribuzione obsolete o alimentate con combustibili fossili per alimentare le pompe che portano acqua per l'irrigazione. |
7 | ভারতের সরকার জমিতে সেচের জন্য ডিজেল চালিত ২৬ মিলিয়ন গভীর নলকূপের পরিবর্তে সৌরশক্তি চালিত নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে। | Il governo indiano punta ora a sostituire 26 milioni di pompe che attingono acqua dalle falde freatiche con sistemi di irrigazione più efficienti alimentati ad energia solare. |
8 | আর এর ফলে বিদ্যুৎ এবং ডিজেলের পিছনে বছরে সরকারের যে ৬ বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি, তা বেঁচে যাবে। তাছাড়া দিন দিন যেভাবে কয়লার চাহিদা বাড়ছে, সেটাও লাঘব হবে। | Questa scelta consentirebbe di risparmiare circa 6 miliardi di dollari all'anno di risorse statali a sostegno di elettricità e combustibili e contribuirebbe a smorzare la domanda crescente di carbone con il quale si coprono due terzi del fabbisogno energetico nazionale. |
9 | সৌরশক্তির মাধ্যমে উত্পাদিত বিদ্যুতের অব্যবহৃত অংশ জাতীয় গ্রিডে যোগ করা হবে। | Inoltre, l'energia solare inutilizzata dai singoli proprietari dei pannelli potrà essere riversata con profitto sulla rete nazionale. |
10 | ২০১৩ সালে ভারত তাদের সৌরশক্তি উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। বর্তমানে এর পরিমাণ ২. | Nel 2013 l'India ha quasi raddoppiato la capacità produttiva di energia solare raggiungendo un totale di 2,18 gigawatt. |
11 | ১৮ গিগাওয়াট। ভারত তার জাতীয় সৌরশক্তি পরিকল্পনা নীতি- জহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ১০ গিগাওয়াট এবং ২০২২ সালের মধ্যে ২০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উত্পাদনের পরিকল্পনা নিয়েছে। | Il progetto è installare impianti per 10 GW entro il 2017 e per 20 GW entro il 2022, attenendosi alla seconda parte della Jawaharlal Nehru National Solar Mission (JNNSM), il documento cardine della politica energetica indiana. |
12 | তাছাড়া রাজস্থানের সাম্ভারে দেশের বৃহত্তম সৌর প্ল্যান্ট স্থাপনের জন্য বিশ্ব ব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের আবেদন করেছে। | Inoltre, il paese sta esaminado l'ipotesi di richiedere alla Banca Mondiale un prestito di 500 milioni di dollari per costruire l'impianto di energia solare più grande del mondo (4GW) a Sambhar nello stato del Rajasthan. |
13 | ইন্ডিয়ান পাবলিক সেক্টর ব্লগে ইয়াদভ কে সাম্ভারে ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্ল্যান্টের বিস্তারিত তুলে ধরেছেন: | |
14 | রাজস্থানের সাম্ভারের এই প্রজেক্টের জন্য ১৯ হাজার একর জমি অধিগ্রহণ করতে হবে। | Nel blog dell'Indian Public Sector, Yadav K informa su alcuni particolari dell'impianto da 4GW di Sambhar: |
15 | প্রথম ধাপে এতে ব্যয় হবে ৭ হাজার ৫০০ কোটি ভারতীয় টাকা। | |
16 | […] সোলার পিভি পাওয়ার প্ল্যান্টের জন্য পিভি মডিউল ভিত্তিক ক্রিস্টালাইন সিলিকন প্রযুক্তি ব্যবহার করা হবে। | Il progetto interesserà 7700 ettari di terreno a Sambhar in Rajasthan e richiederà nella prima fase un investimento di 75 miliardi di rupie. |
17 | প্ল্যান্টের মেয়াদকাল হবে ২৫ বছর। এই প্ল্যান্ট থেকে প্রতি বছর ৬ হাজার ৪০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে। | […] L'impianto impiegherà cellule fotovoltaiche prodotte con silicone cristallino il cui ciclo di vita è 25 anni, fornendo 6.400 milioni di unità energetiche all'anno. |
18 | তাছাড়া পরিবেশ-বান্ধব এই প্রজেক্ট প্রতি বছর ৪ মিলিয়ন টন কার্বন ড্রাইঅক্সাইড নির্গমন কমাবে। | Il progetto contribuirà a ridurre annualmente le emissioni di biossido di carbonio di oltre 4 milioni di tonnellate. |
19 | কেটি ফেহরেনবেচার প্রযুক্তি বিষয়ক ব্লগ গিগা ওমে লিখেছেন: | Nel blog tecnologico Gigaom, Katie Fehrenbacher scrive: |
20 | আরো বেশি যন্ত্র নেটওয়ার্ক এবং ইন্টারনেটে সংযোগ স্থাপন করতে পারবে- অন্তর্জালিক উপস্থিতিও বাড়বে - তারা আগের চেয়ে আরো বেশি করে সৌর শক্তির উৎস খুঁজবে। | Con il cescente numero di dispositivi connessi alle reti e a Internet - ed ecco che nasce un'Internet delle Cose - sarà sempre più importante avere fonti energetiche autonome. |
21 | বর্তমানে সৌরশক্তি সবচে' সস্তা এবং এটা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সরবরাহ করা যায়। […] | Al momento l'energia solare è uno dei modi meno costosi e più flessibili per distribuire energia […] |
22 | ভারত যদি এই পরিমাণ সৌরশক্তি চালিত নলকূপ স্থাপন করতে পারে, তাহলে একটি মাত্র দেশে এই ধরনের প্রযুক্তির সবচে' বড়ো ডেভলপমেন্ট বলে বিবেচিত হবে। | |
23 | ভারতের সরকারের এই উদ্যোগ সফল হলে, এটা শুধু গ্রিড বিদ্যুৎ এবং ব্যয়বহুল ডিজেলের ব্যবহার কমাবে না। | Se l'India riesce a dotarsi del numero previsto di pompe idrauliche alimentate ad energia solare, si tratterebbe della maggior concentrazione in un singolo paese. |
24 | এটা ক্ষতিকর কার্বণ নি:সরণ কমানোর পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচও কমিয়ে দেবে। সরকারের উদ্যোগ নিয়ে টুইটারে অনেকে টুইট করেছেন: | Ridurre l'impiego dell'elettricità attinta dalla rete tradizionale e del costoso combustibile diesel, non solo abbatterrà le emissioni, ma potrebbe anche alleggerire il lavoro degli operatori tradizionali e contenere così i costi per i contadini. |
25 | আগামী ৫ বছরে ১. | Altre reazioni su Twitter: |
26 | ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। ২ লাখ নলকূপ সৌরশক্তির আওতায় আসবে। | $1,6 miliardi di investimento in 5 anni per alimentare a energia solare le prime 200.000 pompe e salvare l'obsoleta rete elettrica indiana http://t.co/qa3b5fH28P |
27 | রক্ষা পাবে ভারতের পুরোনো গ্রিড। | - Divyam Nagpal (@DivyamNagpal) 8 febbraio 2014 |
28 | ভারত বিশ্বের বৃহত্তম সোলার প্ল্যান্ট স্থাপন করছে। | |
29 | ৭৭ বর্গকিলোমিটার আয়তনের এই প্ল্যান্টে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পন্ন হবে… চমত্কার খবর… কিন্তু কবে? | L'India sta per costruire l'impianto fotovoltaico più grande del mondo, 4.000 MW, 770 000 km quadrati http://t.co/91LsPxZjIG Fantastico, ma quando accadrà?? Siamo orgogliosi di annunciarlo! |
30 | এমন ঘোষণা শুনে খুশি হলাম। | - Amit Paranjape (@aparanjape) 5 febbraio 2014 |
31 | ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সৌর বিদ্যুৎ উৎপাদন খরচ অর্ধেকে নেমে এসেছে। | Il costo di produzione dell'energia solare in India si è ridotto della metà negli ultimi anni, toccando le 7,50 rupie al kW. |
32 | প্রতি কিলোওয়াটের খরচ ৭. | #1 #solar |
33 | ৫০ ভারতীয় টাকায় এসে দাঁড়িয়েছে। | - Abdul Azeez (@abdulazeezsk) 8 febbraio 2014 |
34 | তবে দ্রুত অগ্রগতির জন্য বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন করা দরকার, যা আবার জৈব বিপর্যয়ের কারণ হতে পারে: | Tuttavia, uno sviluppo così rapido richiede una produzione industriale di pannelli che rischia di causare un nuovo e grave rischio ecologico: |
35 | ভারত এবং চীনের সোলার প্যানেল কারখানার আশেপাশের নদী এবং কৃষিজমিতে লক্ষ লক্ষ টন সিসা ফেলা হচ্ছে। | Vengono scaricati milioni di tonnellate di piombo nei fiumi e nei terreni agricoli circostanti le fabbriche dove si producono pannelli solari in Cina e India,- Earth Debt (@DebtSlave7bn) 8 febbraio 2014 |
36 | ব্লগার এবং সৌরশক্তি বিশেষজ্ঞ, রীতেশ প্রধান মনে করেন, ভারত যদি সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, তাহলে এমন কিছু ইস্যু রয়েছে, ২০১৪ সালের মধ্যে তা সমাধান করা দরকার। | Ritesh Pothan, blogger ed esperto di energia solare, ritiene che ci siano non pochi problemi da risolvere se l'India vuole veder progredire questo ambizioso progetto solare nell'anno in corso. |
37 | ভারতের সৌরশক্তির উন্নয়ন সম্পর্কে আরো কিছু জানতে রিনিউয়েবল এনার্জি ইন্ডিয়া এবং সোলার পাওয়ার ইন্ডিয়া‘র ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। | Per seguire l'evoluzione dei progetti energetici in India si possono consultare le pagine Facebook di Renewable Energy India e Solar Power India. |