Sentence alignment for gv-ben-20100720-11848.xml (html) - gv-ita-20100713-21920.xml (html)

#benita
1উগান্ডা: বোমা বিস্ফোরণে ব্লগারদের প্রতিক্রিয়াUganda: la reazione dei blogger ai recenti attentati nel cuore della capitale
2গত রাতে সারা বিশ্বের ফুটবল ভক্তরা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য বিভিন্ন শুঁড়িখানা এবং রেস্তরাঁয় জড়ো হয়েছিল।Domenica scorsa i tifosi di calcio di tutto il mondo si sono ritrovati in bar o ristoranti per assistere alla finale della Coppa del Mondo.
3উগান্ডায় এই অনুষ্ঠান উদযাপন বাধাগ্রস্ত হয় যখন দেশটির রাজধানী কাম্পালায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় রাতের বেলায় জড় হওয়ার দুটি জনপ্রিয় স্থানে বোমা বিস্ফোরণ ঘটে।A Kampala, capitale dell'Uganda, questo momento è stato bruscamente interrotto dalle esplosioni di due bombe in altrettanti luoghi molto frequentati nelle ore serali e notturne.
4উগান্ডার সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু ঘটেছে এবং ডজন খানেক লোক আহত হয়েছে। উগান্ডার পুলিশ ধারণা করছে, এই বিস্ফোরণের পেছনে সোমালি বিদ্রোহী দল আল শাবাবের হাত থাকতে পারে।I media ugandesi parlano [en come tutti gli altri link] di oltre 40 morti fino al momento in cui stiamo scrivendo, e di decine di feriti.
5এই দলের অন্যতম এক কমান্ডার বা সেনাপতি সম্প্রতি উগান্ডায় হামলা চালানোর আহ্বান জানিয়েছিল।Secondo quanto riferito dalla polizia, dietro l'attacco potrebbe esserci il gruppo militante somalo al-Shabab.
6সোমালিয়ায়, আফ্রিকান ইউনিয়নের যে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছে তাতে উগান্ডার সেনা রয়েছে। এই বিদ্রোহী দলটি এই হামলার প্রশংসা করেছে, তবে তারা এর দায়দায়িত্ব স্বীকার করেনি।Uno dei comandanti del gruppo proprio recentemente aveva suggerito di compiere attentati in Uganda, che fornisce truppe alle forze di pace dell'Unione africana in Somalia.
7কাম্পালার ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত দুই ব্যক্তি মুলাগো হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করছে।Il gruppo in questione ha elogiato gli attentati senza però rivendicarne la responsabilità.
8ছবি ট্রেভর স্নাপ-এর এবং অনুমতিক্রমে তা ব্যবহার করা হয়েছে।Vittime degli attentati in attesa di cure mediche all'ospedale Mulago.
9উগান্ডার ব্লগার গে উগান্ডা লিখেছে:Foto di Trevor Snapp, usata con il suo permesso.
10উগান্ডায় হামলা চালান হয়েছে।Sul blogGay Uganda si legge:
11সত্যি, এটা মানবতার উপর আক্রমণ।L'Uganda attaccata.
12কে এ রকম নৃশংস কাজ করে খুশি হতে পারে?In realtà è l'intera umanità a essere attaccata.
13দৃশ্যত, সোমালীয় বিদ্রোহীরা এতে খুশি।Chi ha la sfacciataggine di essere felice per tale atrocità?
14কারণ তারা সোমালিয়া আফ্রিকান ইউনিয়ন-এর সেনাদের সাথে লড়াই করছে। আফ্রিকান ইউনিয়নের সেনারা বিদ্রোহীদের ইসলামিক শাসনের অধীনে শরিয়া আইন চালু করা প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে। …..A quanto pare lo sono i ribelli somali poiché stanno combattendo contro le truppe dell'Unione africana in Somalia che hanno bloccato la fondazione di uno Stato islamico ispirato alla Sharia. ….
15আমি যা দেখতে পাচ্ছি, আমার স্বদেশবাদী, যে সমস্ত মানুষেরা কিছু করেনি তাদের, যে টুকু খারাপ কাজ তারা করছিল তা হচ্ছে ফুটবল খেলা দেখা, তাদের হত্যা এবং আহত করা হয়েছে, এক আদর্শের নামে, যার এ কাজ করছে সেই আদর্শের ব্যাপারে এদের সত্যিকারের কোন চিন্তা নেই, এমন কর্মকাণ্ড তারা করে, যা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে না।Quel che vedo sono i miei concittadini, esseri umani che non stavano facendo altro che guardare una partita di calcio e che sono stati uccisi e mutilati in nome di ideali di cui magari non sapevano neanche molto, in nome di situazioni su cui in fondo non hanno alcun controllo.
16কে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আর্নেস্ট বাজানাইয়ে বেশ সতর্ক:Ernest Bazanye mette in guardia contro la tendenza a raggiungere affrettate conclusioni su chi abbia piazzato quelle bombe:
17এত তাড়াতাড়ি বলা উচিত নয় কে এই ঘটনার জন্য দায়ী এবং কেন। যদিও দেশের বাইরে কানা ঘুষা শোনা যাচ্ছে এই জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আল শাহাব নামের দলটি, এটি সোমালিয়ার এক সন্ত্রাসী সংগঠন।È troppo presto per dire chi sia il responsabile o il motivo di quanto accaduto, anche se all'estero si vocifera siano stati due attentati suicida da parte di Al-Shahab, l'organizzazione terroristica somala.
18এখন আমরা জানি যে এত তাড়াতাড়ি সঠিক খবর পাওয়া সম্ভব নয় এবং এত দ্রুত কোন সিদ্ধান্তে আসাটা আর্বাচীনের মত কাজ হবে।Ormai dovremmo sapere che la verità non si conosce subito e che ogni conclusione appare prematura.
19ট্রেভর স্নাপ এক তথ্যচিত্র ভিত্তিক ফোটোগ্রাফার যিনি কাম্পালায় বাস করেন, তিনি এই ঘটনার পর মুলাগো হাসপাতালে উপস্থিত ছিলেন, যেখানে বোমা বিস্ফোরণের পর অনেক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।Trevor Snapp, fotografo documentarista residente a Kampala, è stato all'ospedale Mulago, dove sono state portate molte delle vittime subito dopo gli attentati.
20তিনি লিখেছেন:E racconta:
21পরিবারের সদস্যরা অভ্যর্থনা কেন্দ্রের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ডাক্তার ও আহতদের দেহ রক্তে লাল হয়ে রয়েছে, তারা সার্জারি বা শল্য চিকিৎসা কক্ষে যাচ্ছে আর আসছে।I familiari delle vittime si accalcano all'ingresso dell'ospedale, mentre corpi coperti di sangue vengono trasportati in tutta fretta dai medici dentro e fuori le sale operatorie.
22শল্য চিকিৎসা কেন্দ্রে যাবার কক্ষের রাস্তায় একটি মানুষের দেহ মেঝেতে পড়ে আছে যার মাথা দিয়ে রক্ত পড়ছিল।Davanti una sala operatoria giace sul pavimento il corpo di un uomo con la testa sanguinante.
23সে কি জীবিত নাকি মৃত তা বোঝা অসম্ভব ব্যাপার ছিল।Impossibile sapere se sia vivo o morto.
24হাসপাতালের কর্মচারীরা একটি অস্থায়ী মর্গ বা মৃতদেহ রাখার এলাকা তৈরি করেছিল যেখানকার মেঝেতে ৬টি দেহ পড়েছিল, যাদের কারো কারো কাপড় বোমায় উড়ে গিয়েছিল।Qualche metro più in là in un piccolo spazio usato come magazzino dallo staff dell'ospedale è diventato un obitorio di fortuna, sei corpi giacciono a terra, alcuni con i vestiti a brandelli.
25এরা সকলেই বয়সে তরুণ।Tutti giovani.
26অনেক ব্লগার এক ধাক্কা খেয়েছে যে কাম্পালায় বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটেছে, যা পুরো আফ্রিকার সবচেয়ে নিরাপদ রাজধানী শহর বলে বিবেচিত।Molti blogger sono scioccati dal fatto che tutto ciò sia avvenuto a Kampala, ritenuta generalmente una delle capitali africane più sicure.
27গ্লোবাল ভয়েসেস-এর এক প্রাক্তন লেখক জোশুয়া গোল্ডস্টাইন এখন কাম্পালায় বাস করেন। তিনি যে দুটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটেছে তার বর্ণনা প্রদান করছেন:Joshua Goldstein, un ex autore di Global Voices che ha vissuto a Kampala, descrive i luoghi dove sono avvenute le esplosioni:
28কাম্পালার রাগবি ক্লাব এক মুখরিত শুঁড়িখানা, যা মাঠের নিকটেই অবস্থিত, যেখানে কাম্পালার অনেক কলেজ ছাত্র তাদের বন্ধুদের সাথে এসে মিলিত হয়।Il Rugby Club è un ampio bar, adiacente a un campo da gioco, dove molti studenti del college della capitale si ritrovano per passare un po' di tempo con gli amici.
29যদি উগান্ডায় পুরুষ ছাত্রদের জন্য কোন সংগঠন থাকে তাহলে সেটি এখানে এসে পার্টি বা নিজেদের জন্য অনুষ্ঠান করতে পারে।Se l'Uganda avesse associazioni studentesche, è qui che farebbero le loro feste. Qui gente scanzonata beve Nile Special con musica reggae e hip hop in sottofondo.
30এখানে নাইল স্পেশাল নামে বিশেষ আকর্ষণীয় কয়েক রকম মদের এক সেট পাওয়া যায়, যার পেছনে বাজতে থাকে রেগি এবং হৈ হুল্লোড় মার্কা গান।Durante il week end la stessa compagnia si ritrova per guardare le partite di rugby, colletti sbottonati per via del caldo. ….
31সপ্তাহের ছুটির দিনগুলোতে একই ব্যক্তিরা রাগবি খেলা দেখে, শার্টের কলার গুলো উঁকি দেয় সুর্যের আলোকে আটকে দেবার জন্যLungo il cosiddetto villaggio etiope, sulla strada dell'Ambasciata americana, c'è il centro Kabalagala, la Las Vegas di Kampala.
32এখনো শহর না হয়ে ওঠা ইথিওপিয়ান ভিলেজ নামের এলাকার পাশে, আমেরিকার দূতাবাস যে রাস্তা দিয়ে যাওয়া যায়, তার ঢালে, কালাবালার শেষ প্রান্তে রয়েছে কাম্পালার লাস ভেগাস বা বিনোদনের আড্ডাখানা।Il ristorante, il più lussuoso tra la dozzina di locali etiopi nell'arco di 500 metri, si trova all'incrocio tra Ggaba Road e Tank Hill Road.
33যার আশেপাশে ৫০০ মিটারের মধ্যে আধা ডজন ইথিওপিয়ার রেস্তোরা রয়েছে, যা গাগাবা ও টাঙ্ক হিল রাস্তার মাঝে অবস্থিত।Giornalisti etiopi, dissidenti in esilio, passano i pomeriggi masticando miraa, un'erba stimolante, e discutendo le notizie del giorno.
34সেদিন সন্ধ্যায় ইথিওপিয়ার অধিবাসী সাংবাদিকরা মিরা (এক ধরনের পাতা বা ছাল, যার মধ্যে মাদকতা রয়েছে) চিবোতে চিবোতে তাদের নির্বাসিত জীবন অতিক্রান্ত করছিল এবং সেদিনের সংবাদ নিয়ে আলোচনা করছিল।
35রাতের বেলা আশেপাশের এলাকার শুঁড়িখানায় আলো জ্বলে উঠল এবং নাচ পার্টি শুরু হল।Di notte il quartiere si illumina con le luci dei bar e delle feste.
36স্লীক লিখেছে:Sleek scrive:
37এইখানে সামান্য এক দৃষ্টিভঙ্গি প্রদান করা যাক। আমি যুক্তি প্রদান করব যে এখন পর্যন্ত কাম্পালা সেই সমস্ত শহরের মধ্যে অন্যতম যেখানে রাত তিনটায় একজন শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে হেটে বেড়াতে পারে।Per dare un'idea vorrei far presente che finora Kampala è stato uno di quei luoghi dove alle 3 del mattino si poteva camminare a piedi da una parte all'altra della città.
38এবং আমরা সেই সমস্ত জনতা যারা তেলের দাম বাড়ার জন্য অভিযোগ করতে পারি, উচ্চমাত্রার আয়কর প্রদান নিয়ে, মোবাইলে ফোনে কথা বলার জন্য অসম্ভব রকম টাকা প্রদান করা.. বলা যায় জীবনযাত্রার মান অনেক ব্যায়বহুল।E che siamo quel tipo di persone che si lamentano dell'aumento del prezzo della benzina, delle tasse troppo alte, dei costi impossibili degli spazi radiofonici… fondamentalmente dell'alto costo della vita.
39তারপরে আমরা নতুন এ রকম এক এলাকায় যাই যেখানে বার বার যেতে ইচ্ছে করে এবং ৫০০০ উগান্ডার মুদ্রা (উগান্ডা শিলিং বা ইউজিএক্স) দিয়ে বিয়ার কিনি।Ma nonostante ciò continueremo a ritrovarci in questi posti e pagare 5.000 scellini per una birra.
40আমরা সেই সমস্ত এলাকাকে আমরা এমনভাবে পূর্ণ করি, তাতে শুঁড়িখানার মদ পেতে আপনাকে আক্ষরিক অর্থে লড়াই করতে হবে।E li riempiremo al punto che si deve letteralmente lottare per arrivare al bar a prendere da bere.
41এবং এখানকার প্রায় জায়গাসমূহ এরকম ।Questo è il nostro modo di andare in giro.
42আর এরপর আপনি শুনতে পাবেন বোমা বিস্ফোরণের শব্দ……E poi arriva la notizia delle esplosioni…