Sentence alignment for gv-ben-20110916-19996.xml (html) - gv-ita-20110913-45112.xml (html)

#benita
1আরব বিশ্ব: ১১ সেপ্টেম্বরের ঘটনাকে স্মরণ করাMondo arabo: ‘tweet’ per ricordare l'11 settembre 2001
2এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এর ৯/১১ আক্রমণের পর্যালোচনা সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ । সারা আরব বিশ্বের টুইটার ব্যবহারকারীরা ১১ সেপ্টেম্বরের ঘটনায় নিহত ৩০০০ নাগরিকের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে।Nel giorno in cui il mondo ricorda gli orrori commessi dai terroristi di al-Qaeda che dieci anni fa dirottarono dei voli civili facendo schiantare quattro aerei in USA, anche gli utenti arabi di Twitter rendono omaggio alle 3.000 vittime dell'11 settembre 2001.
3এখন থেকে ১০ বছর আগে আল কায়েদার এক সন্ত্রাসী হামলায় এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীরা চারটি জেট বিমানকে যুক্তরাষ্ট্রের কিছু ভবনের দিকে পরিচালিত করে তা ধ্বংস করে ফেলে।Secondo Malek Nejer, un disegnatore di cartoni animati saudita, indipendentemente da chi abbia compiuto l'attentato, si è trattato di un crimine atroce [ar].
4সৌদি আরবের কার্টুনিষ্ট মালেক নেজার বলছে ১১ সেপ্টেম্বরে যে ঘটনা ঘটেছিল, তা ছিল ঘৃণ্য এক অপরাধ, তা সে যেই করে থাকুক না কেন।@Nejer: quello dell'11 settembre è stato un crimine atroce, non importa se a commetterlo siano stati dei musulmani, degli ebrei o gli alieni.
5: @নেজার: সেপ্টেম্বর ১১- এর ঘটনা ছিল এক ঘৃণ্য অপরাধ। তা সে মুসলমান, খ্রিষ্টান, ইহুদী অথবা, অপরিচিত কেউ করে থাকুক না কেন।9-11 Tribute in Light: due fasci di luce nel cielo di Manhattan ricordano le torri del World Trade Center.
6৯-১১ -এর আলোক শ্রদ্ধাঞ্জলি, নিউ ইয়র্ক ২০১০ © ফ্লিকারের কামাউ আকাবুয়েজে (অনুমতিক্রমে প্রকাশিত)New York 2010. © Kamau Akabueze, da Flickr (foto usata su concessione)
7সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে, এবাস্ট্রুসেআরিফ উল্লেখ করেছে :Da Dubai, Emirati Arabi Uniti, AbstruseArif nota [en, come gli altri link, eccetto ove diversamente indicato]:
8@এবাস্ট্রুসেআরিফ: আজকের দিনটি হচ্ছে এমন এক ঘটনার দিন, অনেকে চায়নি যে এই ঘটনা ঘটুক…তারপরেও তা ঘটেছে। #স্ক্রিমস্টিলরিসনেট#৯১১@AbstruseArif: oggi è uno di quei giorni che vorremmo dimenticare…ma quei fatti sono realmente accaduti…#screamsstillresonates #911
9বাহরাইন থেকে ব্লগার মোহাম্মদ আল মাসকাতি ওরফে ইমুডজ, টুইট করেছে:Dal Bahrein, il blogger Mohammed Al Maskati, noto come emoodz, commenta:
10@ইমুডজ:আমার চিন্তা এবং প্রার্থনা #৯১১ নামক ভায়াবহ সন্ত্রাসের শিকার আমেরিকান, আফগান এবং ইরাকিদের জন্য…প্রার্থনা করছি যেন তাদের আত্মা শান্তিতে চির নিদ্রা যাক..@emoodz: i miei pensieri e le mie preghiere sono rivolte alle vittime statunitensi, afgane e irachene che hanno perso la vita nei terribili attentati dell'11 settembre #911…che riposino in pace…
11তিনি এর সাথে যোগ করেন :Mohammed aggiunge anche:
12@ইমুডজঃ #৯১১ পরবর্তী সময়ের ঘটনাবলিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাবে নিয়ন্ত্রণ করেছে তার থেকে প্রচুর শিক্ষা গ্রহণ করার রয়েছে#লুলু#বাহরাইন@emoodz: c'è molto da imparare dal comportamento tenuto dagli Stati Uniti dopo l'11 settembre #911…bisogna guardare al futuro senza mai dimenticare il passato…#lulu #Bahrain
13১১ সেপ্টেম্বর-এর ঘটনায় এবং একই সাথে ইরাক এবং আফগানিস্তানে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য সৌদি আরবের দন্ত চিকিৎসক নৌফ আবদুল রেহমান, সৌদি আরবের সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করেছেন- এই ঘটনার পর যুক্তরাষ্ট্র, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এই দুটি দেশে অভিযান চালায়।La dentista saudita Nouf Abdulrahman attribuisce al terrorista Osama Bin Laden non solo la responsabilità delle morti dell'11 settembre, ma anche di quelle di afghani e iracheni uccisi nelle guerre portate avanti dagli Stati Uniti nella lotta la terrorismo.
14ভদ্রমহিলা টুইট করেছেন:Nouf scrive [ar]:
15@ডঃ_নৌফ: আমি এর জন্য ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করছি। তার আত্মা যেন শান্তি না পায়, এবং কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য নয়, তার সাথে ইরাক এবং আফগানিস্তানে যে সব নাগরিকদের রক্ত ঝরছে এবং তাদের পরিবারে কান্নার জন্য তাকে আমি অভিযুক্ত করছি।@Dr_Nouf: attribuisco a Bin Laden- che la sua anima possa non trovare pace- non solo la responsabilità per la morte delle vittime statunitensi, ma anche per il sangue versato dalle vittime irachene e afghane e per le lacrime dei loro familiari
16সৌদি আরবের নাগরিক সাউদ আল শেখ-এর কাছে এই ঘটনার স্মৃতি অন্য সব বেদনাদায়ক ঘটনার কথা মনে করিয়ে দেয়, তিনি টুইট করেছেন:Per Saud Al Sheikh il ricordo richiama alla mente altre atrocità.
17@সামআলশেখ: আপনারা ৯/১১ নামক ঘটনার কথা স্মরণ করেন।Ecco un suo commento su Twitter:
18কিন্তু বসনিয়ায় যে ৮০০০ জনের বেশী মুসলমান নিহত হয়েছে তাদের কথা স্মরণ করেন না। @সামাআলসেখ: আপনারা ৯/১১ নামক ঘটনার কথা স্মরণ করেন।@SAMAlsheikh: ricordate l'11 settembre, ma avete già dimenticato il massacro di più di 8000 musulmani in Bosnia.
19কিন্তু ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত প্যালেস্টাইনে যে প্রায় ২০ লক্ষ নাগরিক নিহত হয়েছে তাদের কথা স্মরণ করেন না।@SAMAlsheikh: ricordate l'11 settembre, ma non gli oltre 2 milioni di palestinesi uccisi dal 1948.
20সৌদি আরবের রিয়াদ থেকে, আহমেদ অটাব একই ধরনের এক মনোভাব প্রদান করেছেন:Allo stesso modo, anche AhmadOTB, da Riyad, Arabia Saudita, osserva:
21@আহমেদঅটাব: যুক্তরাষ্ট্রে ৯/১১ (একটি) নামক ঘটনা ঘটেছে আর প্যালেস্টাইন, ইরাক এবং আফগানিস্তানে ২৪/৭ (প্রতিদিন) সময় ধরে একই ঘটনা ঘটছে।@AhmadOTB: E' accaduto l'11 settembre negli Stati Uniti, ma accade 24 ore su 24 in Palestina, Iraq e Afghanistan.
22এবং সৌদি আরবের নোরা আল শেখ, এর সাথে যোগ করেছে:Nora Al Ashaikh, connazionale di AhmadOTB, aggiunge:
23@নিয়ার্টঃ আমি দুঃখিত যে ৯/১১ নামক ঘটনায় কিছু মানুষ মারা গেছে কিন্তু মধ্যপ্রাচ্যে এটা প্রতিদিনই ঘটছে, এখানে প্রতিদিন নাগরিকরা মারা যাচ্ছে…@Neeart: mi dispiace moltissimo che l'11 settembre siano morte delle persone ma questo è quello che accade ogni giorno in Medio Oriente, la gente lì muore ogni giorno…
24তারই স্বদেশী সৌদি নাগরিক হানিন বাইতালমাল কিছু মানুষের বিবেচনার অভাবের বিষয়ে আবেদন করেছে, ভদ্রমহিলা লিখেছে:Al contrario, Haneen Baitalmal, pur essendo saudita, è sconcertata dalla superficialità di alcune persone. Scrive:
25@হানেনবা: আমি ঠিক বুঝতে পারি না কেন লোকজন বলে যে ৯/১১ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।@HaneenBa: Proprio non capisco chi sostiene che l'11/9 sia sovrastimato.
26ঈশ্বরের দোহাই যেন আপনার হৃদয়ে যেন কিছু ক্ষমা সুলভ গুণ থাকে !Abbiate un briciolo di pietà, per l'amor del Cielo!
27সর্বশেষ কিন্তু অন্যগুলোর মত সমান গুরুত্বপূর্ণ মন্তব্য, দুবাই-ভিত্তিক সংবাদ সাংবাদিক টম গারা পর্যবেক্ষন করেছেন:
28@টমগারাঃ এটা প্রায় দশ বছর, নতুন একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতে প্রায় দশ বছর লেগেছে। মূলত দুবাই, দুবাইকে নির্মাণ করছে।Da ultimo, ma non per importanza, il giornalista Tom Gara, corrispondente da Dubai, osserva:
29এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এর ৯/১১ আক্রমনের পর্যালোচনা সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ । Email@tomgara: nei dieci anni trascorsi per la ricostruzione del World Trade Center, in sostanza Dubai è stata costruita per intero.
30লিখেছেনAmira Al Hussaini
31অনুবাদ করেছেন বিজয়