Sentence alignment for gv-ben-20090905-5815.xml (html) - gv-ita-20090903-7304.xml (html)

#benita
1গ্লোবাল ভয়েসেস + কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডPartnership tra Global Voices e <em>Conversations for a Better World</em>
2ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) অর্থায়নে একটি নতুন ব্লগ চালু হয়েছে, যার নাম কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড বা আরো ভালো এক পৃথিবীর জন্য কথা বলা। গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এতে লেখার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।Conversations for a Better World [in], un nuovo blog/progetto sponsorizzato dal Fondo delle Nazioni Unite per le attività in materia di popolazione (United Nations Population Fund, UNFPA), ha incaricato i blogger di Global Voices di documentare le diverse “conversazioni online” che trattano di popolazione e sviluppo in tutto il mondo.
3তাদের কাজ হচ্ছে অনলাইনের সারা বিশ্বের জনসংখ্যা ও উন্নয়ন সম্বন্ধে যে সমস্ত কথোপকথন হবে, সে গুলো তুলে ধরার ব্যাপারে সাহায্য করা।
4এক ডজন গ্লোবাল ভয়েসেস ব্লগার তাদের ব্লগোস্ফেয়ার থেকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, তারুণ্য এবং যৌনতা, মাতৃত্ব, পুনরুৎপাদন অধিকার এবং আরো অনেক বিষয়ে বিভিন্ন গল্প জানাবে। আগামী ছয় মাস তারা কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এই সব গল্প সবার সাথে শেয়ার করবে।Almeno una dozzina di blogger di Global Voices si alterneranno nel rilanciare le storie [in] che nelle rispettive blogosfere parlano di ambiente e cambiamento climatico, giovani e sessualità, maternità, diritti riproduttivi e altro ancora, nel corso dei prossimi sei mesi su Conversations for a Better World.
5প্রত্যেক মাসে একটা নতুন বিষয় থাকবে এবং দুইজন ব্লগার এর দায়িত্ব প্রাপ্ত হবেন।L'argomento cambia mensilmente [in] e ogni volta ci sono due nuovi blogger responsabili.
6আয়শা সালদানহা ( বাহরাইন) ও রেজওয়ান (বাংলাদেশ) আগস্টের গল্প গুলো সম্পাদনা করবেন এবং তারপর সেপ্টেম্বরে এর দায়িত্বপ্রাপ্ত হবে এনদেসানজো মাচা (তান্জানিয়া) এবং এনজেরি ওয়ানগারি (কেনিয়া)।Ayesha Saldanha [in] (Bahrain) e Rezwan [in] (Bangladesh) hanno seguito il progetto nel mese di agosto e Ndesanjo Macha [in] (Tanzania) e Njeri Wangari [in] (Kenya) sono appena subentrati per settembre.
7এখন পর্যন্ত আমরা আফ্রিকা ও এশিয়ার এইচআইভি পজিটিভ ব্লগারদের কথা শুনেছি, মধ্যপ্রাচ্যে এইডস রোগীদের প্রতি মনোভাবের কথা জেনেছি এবং তীব্র দারিদ্রের কারণে ভারতীয় কৃষকদের আত্মহত্যার ঘটনা, ভারতীয় ব্লগারদের মাধ্যমে জেনেছি।Finora abbiamo letto di blogger sieropositivi in Africa e Asia [in], di posizioni e atteggiamenti verso l'AIDS in Medio Oriente [in], mentre i blogger dell'India hanno parlato di agricoltori suicidi a causa dell'estrema povertà [in].
8এটা আমাদের জন্য একটা সুযোগ, বেসরকারী প্রতিষ্ঠান ও জাতিসংঘের শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এবং পুরো গ্লোবাল ভয়েসেসের কমিউনিটির কাছেও। এটা আয় করার একটি বিকল্প পদ্ধতিও বটে।Per noi è un'occasione unica di raggiungere le ONG e l'audience delle Nazioni Unite, oltre ad essere una fonte alternativa di reddito [it] assai gradita per Global Voices.
9এই ওয়েবসাইটে আমার কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এর লেখা পুনরায় গ্লোবাল ভয়েসেসে বিশেষ প্রতিবেদন পাতায় পোস্ট করছি এবং লিঙ্গুয়া ওয়েবসাইটের মাধ্যেম সকল অনুবাদ সংস্করণে তার লিঙ্ক পাঠাচ্ছি।Questi post per Conversations for a Better World vengono ripubblicati anche su una apposita pagina [in] di Global Voices, inclusiva dei link alle versioni eventualmente tradotte nei vari siti di Lingua [in].
10কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড এখনও তার পরিধি বাড়াচ্ছে এবং আরো স্বেচ্ছাসেবী প্রদায়ক বা কন্ট্রিবিউটরের খোঁজ করছে এবং যে কেউ এখানে সহজেই নিবন্ধন করতে পারবে ও তার প্রবন্ধ ও মন্তব্য জানাতে পারবে।Conversations for a Better World è un'iniziativa in fase di crescita e cerca collaboratori volontari. Invitiamo la nostra comunità a prendervi parte inviando le proprie storie, ed è semplice per chiunque registrarsi [in] e condividere articoli o commenti.
11উন্নয়নের বাঁধা পেরুনো জন্য এখনও আমাদের আরো অনেক কাজ করতে হবে। অজ্ঞতা অথবা সচেতনতার অভাব উন্নয়নের অন্যতম বাঁধা।C'è ancora molto da fare per abbattere le barriere allo sviluppo che nascono dall'ignoranza e dalla mancanza di consapevolezza e conoscenza.
12সারা বিশ্বের অনেকে এসব বিষয় সম্বন্ধে পড়ে এবং খোলামেলা ভাবে কথা বলার মধ্যে দিয়ে, ব্লগাররা প্রতিদিনের জীবনে যা দেখছে, তার ক্ষেত্রে ছোট্ট এক পার্থক্য গড়তে আমরা সাহায্য করতে পারি।Leggendo e parlando apertamente di molti argomenti che i blogger di tutto il mondo riscontrano nella loro quotidianità, possiamo dare il nostro (piccolo) contributo verso il cambiamento.