Sentence alignment for gv-ben-20090304-1792.xml (html) - gv-ita-20090304-1124.xml (html)

#benita
1ইজরায়েলঃ লিন্ডসে লোহান কি ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন?Israele: Lindsay Lohan si converte all'ebraismo?
2লিন্ডসে লোহান ইহুদী ধর্মান্তরিত হচ্ছেন এমন আলোচনায় সরব ইজরাইলী ব্লগস্ফিয়ার।Gira voce nella blogosfera israeliana che Lindsay Lohan sarebbe in procinto di convertirsi alla religione ebraica.
3ব্যক্তিগত মুখবহির (ফেসবুক) পৃষ্ঠায় গত সপ্তাহে লোহান এমন আশাবাদ ব্যক্ত করেছেন যে তার ধর্মান্তরিত হওয়া তাকে ইহুদী প্রেমিকা সামন্থা রনসনের আরো কাছাকাছি নিয়ে আসবে।La scorsa settimana, sulla pagina personale di Facebook, la Lohan ha scritto di sperare [in] che questa scelta l'avrebbe avvicinata alla sua ragazza di religione ebraica, Samantha Ronson.
4লোহান এবং রোহান এখন লন্ডনে একটা পারিবারিক বার মিটজবাহতে হাজিরা দিচ্ছেন।Attualmente la coppia Lohan-Ronson si trova a Londra per partecipare al bar mitzvah [it] di un familiare di Ronson.
5এই ঘোষণা কিছু মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।Immagine tratta da Wikimedia Commons
6চেকপয়েন্ট জেরুজালম এর ডিঅন নিসেনবাম গভীর মনযোগ দিয়েছেন ভাবছেনঃLa notizia ha prodotto pareri contrastanti. Dion Nissenbaum di Checkpoint Jerusalem riflette [in]:
7আবেদনময়ী অভিনেত্রী লিন্ডসে লোহান প্রেমের নামে ইহুদী ধর্মান্তরিত হবার প্রস্তুতি নিচ্ছেন?L'irrequieta attrice Lindsay Lohan sta forse pensando di convertirsi all'ebraismo per amore?
8সিম্পলী জিউজ জিজ্ঞেস করেছেনঃSimply Jews pone un interrogativo [in]:
9সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের প্রধান রাব্বি কি একে খুশী হবেন?“La domanda è: sarà contento il nostro Rabbino Capo?”
10এলডার অব জিওন আবেদন জানিয়েছেনঃ এখন কাজ করার সময়…..Elder of Ziyon, invece, lancia un appello [in]:
11একটা তহবিল গঠন করতে যাচ্ছি যেন অন্যান্য যেকোন ধর্মের সাধুদের একটা বড় পরিমাণ অনুদান দেয়া যায়; যদি তারা ইহুদী ধর্ম বাদ দিয়ে তাদের স্বীয় ধর্মে লোহানকে অন্তর্ভূক্ত করতে পারে।“È tempo di agire… Ho iniziato una raccolta fondi per pagare ai rappresentanti delle altre religioni una significativa somma di denaro affinché convincano la Lohan ad abbracciare un qualsiasi altro credo religioso.
12ঠিক - আপনারা তাকে কনফুসিয়ান অথবা রাস্টাফারিয়ান বানান এবং জিতে নিন বিশাল অঙ্কের অর্থ।Proprio così, ragazzi - fatela diventare confuciana o rastafari, e diventerete ricchi.”
13ইতোমধ্যে, লিন্ডসের সম্পর্কচ্যুত বাবা ও প্রাক্তন মন্ত্রী মাইকেল লোহান নিজের মতামত ব্যক্ত করেছেনঃNel frattempo, Michael Lohan, il padre con cui la Lohan ha tagliato i rapporti ed ex-ministro cristiano, interpreta [in] così la decisione della figlia:
14সে এখন ইহুদী ধর্ম ঘেটে দেখছে।“Adesso sta esplorando la religione ebraica.
15এর আগে চার্চ অব সাইন্টোলোজি অনুসন্ধান করেছে, কাব্বালাহ চেষ্টা করেছে এবং এখন ইহুদী ধর্ম।Ha fatto lo stesso con Scientology, ha provato la Kabbalah, adesso questo.
16আমার মনে হয় এটা তার আরেকটা অধ্যায়।Credo sia solamente un'altra fase.
17কিন্তু যেভাবেই হোক সে তার জীবনে ইশ্বরকে সম্পৃক্ত করেছে এবং আমি সে জন্য খুশী।In ogni caso sta facendo spazio a Dio nella sua vita, e ciò mi fa piacere.”
18লন্ডনের ডেইলী মেইল যারা এই সংবাদ প্রথম দিয়েছিল, জানিয়েছেঃIl quotidiano londinese Daily Mail, il primo a dare la notizia, scrive:
19সিনাগগে ঢুকে একজন ফটোগ্রাফার লিন্ডসেকে জিজ্ঞেস করেছিল তিনি ধর্ম পরিবর্তন করছেন কিনা।Entrando nella sinagoga, un fotografo ha chiesto a Lindsay se stava pensando di convertirsi e l'attrice ha replicato: ‘Ci sto provando.'
20লিন্ডসে জানিয়েছেন, “আমি চেষ্টা করছি”। দি ডেইলী মেইল আরো লিখেছে যে লন্ডনে লোহান এবং রনসন আরো কয়েকবার সিনাগগের গিয়েছেন ধর্ম পরিবর্তনের পদ্ধতি বিস্তারিতভাবে জানার জন্য।Sempre il Daily Mail scrive che la Lohan e la compagna, Samantha Ronson, avrebbero visitato più volte la sinagoga di Londra in modo che la Lohan potesse imparare meglio il processo di conversione.
21আনুষ্ঠানিকভাবে ইহুদী ধর্মে অন্তর্ভূক্ত হতে সাধারণত এক বৎসর লেগে যায় এবং যা করা হয় একজন রাব্বির সহাযোগিতার যিনি তাকে ইহুদী ধর্মের বিশ্বাস ও ঐতিহ্যবাহী চর্চাগুলো শেখায়।Da un punto di vista formale, di solito la conversione alla religione ebraica [in] può richiedere anche un anno ed è intrapresa con l'aiuto di un rabbino che insegna credenze e pratiche tradizionali.
22অন্যান্য বিখ্যাত সেলিব্রিটি যারা ধর্ম পরিবর্তনের চিন্তা করছেন যাদের মধ্যে আছেন লিওনার্দো ডি-ক্যাপরিও, যার প্রেমিকা হলেন ইজরায়েলী একজন সুপার মডেল বার রাফায়েলি।Sembra che altre celebrità stiano contemplando una decisione simile, incluso Leonardo DiCaprio la cui findanzata è la super modella israeliana Bar Rafaeli [in].
23ডিক্যাপারিও ধর্মান্তরিত না হলে রাফায়েলির পরিবার কোন বিবাহ প্রস্তাব গ্রহণ করবে না বলে জানিয়েছে।La famiglia della Rafaeli prenderà in considerazione una proposta di matrimonio soltanto dopo la conversione di DiCaprio.
24এই লেখক বলছেন যদি ব্রিটনী স্পিয়ার্স মুসলমান হতে পারেন তবে সবকিছুই সম্ভব।L'autore del presente post crede che se Britney Spears può convertirsi all'Islam [in], tutto è possibile.