Sentence alignment for gv-ben-20110710-18758.xml (html) - gv-ita-20110713-42308.xml (html)

#benita
1চীনঃ ফেটে যাওয়া তরমুজ কি নিরাপদ?Cina: sono davvero sicuri i cocomeri “esplosivi”…?
2কয়েক মাস আগে চীনের স্থানীয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে যে চীনের জিয়াংশু প্রদেশে “ তরমুজ ফেটে যাওয়ার” সমস্যা দেখা দিয়েছে। মূলত মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করার কারণে এই সমস্যা দেখা দিছে।La provincia cinese dello Jiangsu è stata al centro dell'attenzione dei media quando, pochi mesi fa, è stato reso noto che i suoi agricoltori erano stati interessati dal problema dei “cocomeri esplosivi”, dovuto all'eccessivo impiego di prodotti chimici.
3৫ জুলাই, ২০১১ তারিখে কৃষি মন্ত্রণালয় ঘোষণা দেয় [চীনা ভাষায়] যে, রাসায়নিক ভাবে উৎপাদিত তরমুজ নিরাপদ, কারণ সে সব তরমুজে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব কম।Il 5 luglio 2011, il Ministero dell'Agricoltura ha dichiarato [zh, come tutti i link tranne ove diversamente segnalato] che il potenziatore di crescita chimico per i cocomeri è sicuro, visto il basso livello di residuo tossico rilevato.
4মন্ত্রণালয় একই সাথে ঘোষণা দেয় যে, যদি উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহার করা রাসায়নিক উপাদান নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তা সামগ্রিকভাবে পুরো কৃষিক্ষেত্রের উপর প্রভাব ফেলবে।
5চীনের পূর্বাংশে উৎপাদিত ফেটে যাওয়া তরমুজ পাওয়া যাচ্ছে হুটং-এর সংবাদ অনুসারে ফেটে যাওয়া তরমুজ চীনের পুংর্বাশে পাওয়া যাচ্ছে [চীনা ভাষায়]।Il Ministero ha anche affermato che se in Cina l'utilizzo di prodotti chimici per la crescita fosse proibito, gli effetti si ripercuoterebbero sull'intero settore agricolo.
6ক্ষেতে সেগুলোকে ফুলিয়ে বেলুনের মত করা হয়।Cocomeri esplosivi nella Cina orientale
7ফরক্লোরেফেনুরন নামের একটা উপাদান দিয়ে এই তরমুজ ফুলানো হয়।Stando a quanto compare su Hutong, nel sommario delle notizie, i cocomeri sono esplosi nei campi come palloncini.
8এই রাসায়নিক উপাদানটি যুক্তরাষ্ট্রেও বৈধ। এ ভাবে কোন ফলকে আকারে বড় করার উপাদান ফলের গন্ধকে যেহেতু নষ্ট করে ফেলে, কৃষকরা একই সাথে ফলকে মিষ্টি এবং রং করার কাজে রাসায়নিক উপাদান ব্যবহার করে।Il potenziatore di crescita coinvolto nella vicenda è il forchlorfenuron [en], legale anche negli Stati Uniti; poichè questo potenziatore di crescita priva il frutto del suo sapore, gli agricoltori hanno dovuto “arricchire” i cocomeri con dolcificanti e coloranti chimici.
9কৃষি মন্ত্রণালয়ের মতে তরমুজকে অভিযুক্ত করা যাবে না।Il Ministero che si occupa di agricoltura invita a non incolpare i cocomeri
10এই বিষয়ে ওয়েবোতে কাইজিং এর সংবাদ [চীনা ভাষায়]:Ecco il sommario del resoconto di Caijing su Weibo:
11[কৃষি মন্ত্রণালয়: তরমুজকে ফোলানোর জন্য যে সব উপাদান ব্যবহার করা হয়, তাতে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব সামান্য এবং তা মানবদেহের জন্য নিরাপদ] ৫ জুলাই, “ তরমুজ ফেটে যাবার ঘটনায়” সরকারী কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেছে।[Il Ministero dell'Agricoltura: il livello di tossicità del potenziatore di crescita dei cocomeri è basso, e quindi sicuro] Il 5 luglio il funzionario del Ministero dell'Agricoltura ha dato risposte ufficiali all'ormai noto “incidente del potenziatore di crescita dei cocomeri”.
12তারা বলছে যে, তরমুজকে আকারে বড় করার জন্য যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তাতে ক্ষতিকর উপাদানের পরিমাণ খুব সামান্য।E' stato affermato che il livello del residuo tossico del potenziatore si mantiene molto basso; se gli agricoltori, nell'utilizzarlo, seguiranno le istruzioni di dosaggio, non si prevedono problemi per la sicurezza del cibo.
13যদি কৃষকরা তাতে পরিমাণ মত উপাদান মেশায়, তাহলে সেই ফল শরীরে জন্য ক্ষতিকর হবে না।Se venisse proibito l'uso del potenziatore di crescita, l'intero settore agricolo subirebbe ripercussioni. Il resoconto dettagliato è disponibile qui: http://t.cn/apCbAA
14যদি এই উপাদান নিষিদ্ধ করে ফেলা হয়, তাহলে তা সমগ্র কৃষির জন্য তা ক্ষতিকর। এর বিস্তারিত সংবাদ আপনারা এখানে পাবেন।Il comunicato ufficiale del Ministero non è riuscito a ridare fiducia ai consumatori; al contrario, i netizen sono scettici di fronte alla mancanza di regolamentazione per l'impiego di additivi sui cocomeri.
15[চীনা ভাষায়]Il cocomero di plastica
16কৃষি মন্ত্রণালয়ের এই বিবৃতি ভোক্তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেনি।
17তরমুজের ভেতরে কি কি ধরনের রাসায়নিক উপাদান প্রয়োগ করা হচ্ছে তা যাচাই করার জন্য কোন নীতিমালা না থাকায় নেট নাগরিকরা এক্ষেত্রে তাদের সংশয় প্রকাশ করেছে।L'ultimo scandalo riguarda la scoperta, avvenuta nella città di Jinan, di materiale plastico all'interno di un cocomero; di seguito è visibile uno spezzone di un notiziario televisivo che mostra l'aspetto di un cocomero di plastica:
18প্লাস্টিক তরমুজdiv class=”Video da Youtube” style=”text-align: center;”/div
19সম্প্রতি জিনান শহরে তরমুজের ভেতরে প্লাস্টিক পাওয়ার মত এক কেলেঙ্কারিজনক ঘটনা ঘটেছে।I netizen, inoltre, hanno letto tra le righe del comunicato emesso dal Ministero dell'Agricoltura, e lo criticano accusandolo di irresponsabilità.
20নীচে একটি টেলিভিশনের সংবাদ জানাচ্ছে প্লাস্টিক তরমুজ দেখতে কেমন:Ecco una serie di commenti (tradotti) dal thread di Sina su Weibo:
21এ ছাড়াও কৃষি মন্ত্রণালয় যে বিবৃতি প্রদান করেছে যে, নেট নাগরিকরা তা পাঠ করেছে এবং দায়িত্বহীনতার জন্য তাদের সমালোচনা করছে।@焦然blog: Il Ministero dell'Agricoltura si interessa solo della produzione agricola, di tutto il resto se ne frega; è una visione molto burocratica delle cose.
22সিনা ওয়েবোর নিউজ থ্রেড থেকে পাওয়া কিছু মন্তব্যের অনুবাদ এখানে তুলে দেওয়া হল [চীনা ভাষায়] :Può essere che alla fine arrivi nella vostra bocca il cibo che voi definite “sicuro”.
23@焦然ব্লগ: কৃষি মন্ত্রণালয় কেবল কৃষিজাত পণ্য নিয়ে চিন্তিত এবং তারা অন্য সমস্যা নিয়ে মাথা ঘামায় না।
24এটা অনেক বেশি আমলাতান্ত্রিক। যাকে আপনারা “নিরাপদ খাদ্য” বলে অভিহিত করেছেন ঘটনাক্রমে তা আপনাদের মুখে যাচ্ছে।Così, quando le gambe si distendono [intendendo il momento della morte], si può dare la colpa al soffocamento e non ad un avvelenamento mortale.
25যখন আপনার পা চিরজীবনের জন্য সোজা হবে [মানে দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন], তখন আপনি বলবেন যে বিষের দ্বারা নয়, তার বদলে নিঃশ্বাস বন্ধ হয়ে আপনি এই দুনিয়া থেকে বিদায় নিতে চান।(
26৬ জুলাই ১৩.(6 luglio, 13:53)
27৫৩) @ডিকিউ肥龙: আমারদের সরকার খুব অশ্লীল (xxx)।@DQ肥龙: Il nostro governo fa davvero schifo.
28এই বিবৃতিটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করুন। সংবাদ সম্মেলন করে এই সমস্যার সমাধান করা যাবে না, তার বদলে পণ্য উৎপাদনের বিষয়টিকে স্থির করতে হবে।Leggendo alla lettera il comunicato, è innegabile che ci sia tossicità; la questione in ballo è quella del livello di tossicità stesso.
29এখন খাদ্য নিরাপত্তার চেয়ে কৃষিপণ্য উৎপাদন অনেক বেশি গুরুত্বপুর্ণ।La conferenza stampa non serve ad affrontare il problema, ma a stabilizzare la produzione, la quale, evidentemente, è molto più importante della sicurezza alimentare.
30এটাই হল মোদ্দা কথা ( ৬ জুলাই, ১৩.Quella non dev'essere toccata, tutto qua.
31৪৮)। @林川-大脚八: আমি যা জানতে চাই তা হচ্ছে, আপনার প্রতিদিনের আর কোন কোন খাবারের মধ্যে কৃত্রিম উপাদান নেই?(6 luglio, 13:48) @林川-大脚八: Voglio solo sapere quali sono, tra quelli che consumiamo quotidianamente, gli alimenti che non contengono additivi.
32তরমুজ, আলু, শুকরের মাংস, মাছ বা চিংড়ি, এসবে সামান্য পরিমাণে হলেও কৃত্রিম রাসায়নিক উপাদান আছে। সেগুলো কি আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে না?Se ce n'è un pochino nei cocomeri, ma anche nelle patate, nella carne di maiale, nel pesce e nei gamberetti, nella carne di pollo e di anatra, come può essere che queste sostanze non si accumulino nel nostro organismo?
33@人民视点: ফলের আকার বৃদ্ধির উপাদান, প্রাণীদেহে যে হরমোন প্রবেশ করা হয় তার থেকে আলাদা, এর জন্য আতঙ্কিত হবার কোন কারণ নেই।@人民视点: Il potenziatore di crescita vegetale è diverso dagli ormoni animali; non è il caso di farsi prendere dal panico.
34আসলে এখানে কর্তৃপক্ষের কাছে এমন কিছু নেই যা দিয়ে তারা নিশ্চিত হতে পারে যে কৃষকরা পরিমাণে বেশি রাসায়নিক উপাদান ব্যবহার করছে।Il problema vero, piuttosto, è che le autorità non hanno modo di garantire che gli agricoltori non eccedano nel dosaggio.
35এটি হল আসল সমস্যা। (৬ জুলাই, ১১.(6 luglio, 11:28)
36২৮)। @苏格拉秀: যদি কৃষিজাত পণ্যের পরিমাণ এবং আকারে বৃদ্ধি করা না যায়, তাহলে আমাদের সমস্যার মুখোমুখি হতে হবে?@苏格拉秀: Dunque, senza potenziatore di crescita, la produzione agricola andrebbe in difficoltà?
37কাজেই কৃষি পণ্যের আকারে বড় করা সূর্যের আলো আর এবং পানির চেয়ে গুরুত্বপুর্ণ?Allora è più importante quello rispetto alla luce del sole o all'acqua?
38গোল্লায় যাক কৃষি মন্ত্রণালয়!!Che il Ministero dell'Agricoltura vada al diavolo!!
39আমাদের সেই তাজা কৃষি ফিরিয়ে দাও!E ci restituiscano prodotti agricoli rispettosi della natura!
40( ৬ জুলাই ১১.(6 luglio, 11:20)
41২০) @গ্লোরিয়া ৯৮: এখন আর কেউ সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের বিশ্বাস করে না। … (জুলাই ১১.@gloria98: Nessuno crede più a funzionari ed esperti, ormai… (6 luglio, 11:03)
42৩০) @小武ইয়েহ: এই মাইক্রোব্লগটি পুনরায় পোস্ট করুন: এখন সকল চীনা নাগরিকের শরীর ইস্পাতের মত। তারা যে কোন কিছু হজম করতে পারে।@小武yeah: Ripubblicate questo microblog: Ogni cittadino cinese ha ormai un corpo d'acciaio, e può mangiare qualunque cosa; i leader non hanno nulla di cui preoccuparsi!
43নেতাদের আর উদ্বিগ্ন হবার দরকার নেই!
44(৬ জুলাই ১০. ২১).(6 luglio 10:21)