# | ben | ita |
---|
1 | ‘দ্রোনচিতা'র সাথে পরিচিত হোন, মেক্সিকোর প্রথম গ্রাফিটি-শিল্পী দ্রোন | Messico: incontriamo ‘Droncita,’ il primo drone artista di graffiti provocatori |
2 | ২০১৪ সালের অক্টোবরে মেক্সিকো শহরের জোকালো চত্বরে ‘রাষ্ট্র এটি করেছে' লেখার কারণে বিখ্যাত রেহিস্তে নামের যৌথ প্রকল্পটি তাদের অজ্ঞাতনামা পরিবারের একজন নতুন সদস্যকে পরিচিতি করিযেছে: উড়ন্ত দ্রোন, দ্রোনচিতা। | Il progetto collettivo Rexiste, famoso per la scritta “È stato lo stato”, in Piazza Zocalo a Città del Messico nell'ottobre 2014, ha dato il benvenuto a un nuovo membro anonimo della sua famiglia: il drone Droncita. |
3 | ইগুয়ালার গণ অপহরণের প্রথম বার্ষিকীতে, দ্রোনচিতা'র প্রথম কাজটি ছিল মেক্সিকীয় রাষ্ট্রপতি এনরিকে পেনিয়া নিয়েতোর প্রতিকৃতির গ্রাফিটি এঁকে তার পদত্যাগ দাবী করা। গ্রাফিটিতে বলা হয় ‘সব কিছু পরিবর্তন করার সময় এটি'। | Per il primo anniversario del rapimento di massa di Iguala, Droncita inaugura la sua partecipazione al movimento realizzando un graffito del presidente messicano Enrique Peña Nieto che chiede le dimissioni: “È tempo di cambiare tutto” afferma il ritratto. |
4 | ২০১৪ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে আয়োতজিনাপা থেকে উধাও হয়ে যাওয়া ৪৩ শিক্ষানবীশ শিক্ষক স্থানীয় পুলিশ কর্তৃক আক্রান্ত হবার পর থেকে এখনও নিরুদ্দেশ রয়েছে। | I 43 studenti di Ayotzinapa, rapiti il 26 settembre del 2014 dopo essere stati attaccati dalla polizia locale, restano ancora scomparsi [it]. |
5 | কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে একটি কার্টেল যুবকদেরকে হত্যা করেছে এবং তাদের দেহ পুড়িয়ে দিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের মাতাপিতারা এই সরকারী বিবৃতিকে বিশ্বাস করে না। | Secondo le autorità, sarebbe stato il cartello della droga ad uccidere i giovani e ad incenerirne i corpi, ma i genitori delle vittime non credono alla versione ufficiale. |
6 | আয়োতজিনাপা'র ঘটনাটি মেক্সিকোতে বিদ্যমান সহিংসতা ও দূর্নীতির - এবং এই মারাত্মক সমস্যার সমাধানে পেনিয়া নিয়োতোর ব্যর্থতা উপর তীর্যকভাবে আলোকপাত করেছে। | Il caso Ayotzinapa ha messo in evidenza la violenza e la corruzione del Messico e il fallimento di Peña Nieto nel risolvere il problema. |
7 | উপরের ভিডিওটি ইংরেজী অনুবাদসহ দেখুন। | Guarda il video in alto con i sottotitoli in inglese. |