Sentence alignment for gv-ben-20140309-42148.xml (html) - gv-ita-20140310-90870.xml (html)

#benita
1দারিদ্র্যতার জন্য কয়েকশ ম্যাসেডোনিয়ানকে পদযাত্রা করতে দেখলো কয়েক ডজন পুলিশMacedonia: decine di poliziotti guardano i centinaia in marcia contro la povertà
2পূর্ব পরিকল্পনা অনুযায়ী একেবারে ঠিক সকাল ১১ টা ৫৫ মিনিটে রাজধানী শহর স্কপিয়ের সংসদে ১ মার্চ, ২০১৪ তারিখে দারিদ্র্যতার বিরুদ্ধে “৫ (মিনিট) থেকে ১২” পদযাত্রাটি শুরু হয়েছে।Come precedentemente annunciato [en], lo scorso primo marzo alle 11:55 in punto si è tenuto il corteo contro la povertà “5 (minuti) alle 12″ di fronte al parlamento, nella capitale Skopje.
3এই পদযাত্রাটির বিভিন্ন ছবি এবং মাল্টিমিডিয়া থেকে দেখা গেছে যে প্রায় এক হাজার লোক যাত্রা পথে পুলিশ কর্মকর্তাদের দ্বারা বেষ্টিত অবস্থায় এতে অংশগ্রহন করেছেন।Immagini e reportage fotografici dell'evento indicano la partecipazione di circa un migliaio di persone, circondate da un nutrito cordone di polizia.
4জাদরান চত্বরে একটি মুক্ত মঞ্চে “কনসার্ট ফর ডিগনিটি” আয়োজনের মাধ্যমে এই পদযাত্রাটি শেষ হয়।Al termine del corteo si è tenuto il “Concert for Dignity” in Jadran Square.
5ইউরোপের দারিদ্রতম দেশগুলোর সারিতে বিন্যস্ত হওয়ায় ম্যাসেডোনিয়াতে প্রতি তিনজনে একজন নাগরিক দারিদ্র্য সীমার নিচে [পিডিএফ] বাস করে।In Macedonia, paese tra i più poveri d'Europa, un cittadino su tre vive al di sotto della soglia di povertà [pdf] [en].
6স্কপিতে দারিদ্র্যতার বিরুদ্ধে পদযাত্রা।Marcia contro la povertà a Skopje.
7ছবিঃ লেখক, ১ মার্চ, ২০১৪।Foto dell'autore, 1 marzo 2014.
8সিসি-বাই-2.0CC-BY- 2.0
9এই পদযাত্রার আয়োজকেরা অর্থাৎ ৮ সেপ্টেম্বর এবং দারিদ্র্যতার বিরুদ্ধে ম্যাসেডোনিয়ান মঞ্চ, সমাজকল্যাণ আইনের পরিবর্তন দাবি করেছে।Gli organizzatori dell'evento, 8th of September e Macedonian Platform Against Poverty, chiedono modifiche alle leggi sul welfare affinché sia garantito un salario minimo anche ai cittadini più poveri.
10তারা দাবি করেছে যে আইনগুলো এমনভাবে পরিবর্তন করতে হবে যা ম্যাসেডোনিয়ার দরিদ্রতম নাগরিকদের জন্য যথোপযুক্ত মৌলিক আয় নিশ্চিত করে।L'evento si è svolto pacificamente, con la sola eccezione dell'attacco di un poliziotto nei confronti di una giornalista.
11একটি মাত্র ব্যতিক্রমী ঘটনা ছাড়া কর্মসূচীটি বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে।L'attivista Petrit Saracini racconta [mk] su Facebook:
12ব্যতিক্রমী ঘটনাটি হচ্ছে - একজন পুলিশ কর্মকর্তা একজন সাংবাদিক এবং প্রতিবাদকারীকে হয়রানি করেছে। সক্রিয় কর্মী পেট্রিট সারাচিনি ফেসবুকে [এমকে] লিখেছেনঃLa marcia e il concerto contro la povertà sono andati bene, senza gli incidenti “predetti” dai media governativi.
13সরকার পক্ষের প্রচার মাধ্যমের “ভবিষ্যদ্বাণী” অনুযায়ী ঘটে যাওয়া ঘটনাটি ছাড়া দারিদ্র্যতার বিরুদ্ধে পদযাত্রা এবং কনসার্টটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে।Almeno fino a quando la polizia decide di strafare e chiede il documento di identità a un cameraman.
14একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যখন আর কেউ নয় কেবলমাত্র সেই পুলিশ কর্মকর্তা সহায়তা দান করা বন্ধ করে একজন ক্যামেরাম্যানের পরিচয়পত্র চাইতে শুরু করল।Quando la direttrice di Helsinki Committee interviene per sapere cosa sta succedendo, viene buttata a terra, di fronte alla gente e alle telecamere.
15যখন হেলসিনকি কমিটির পরিচালক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি করছেন, তখন সেই পুলিশ তাকে লোকজনের সামনে এবং সব ক্যামেরার সামনেই সজোড়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
16যদিও পুলিশের তাতে কিছু যায় আসে না।Ma non se ne sono preoccupati.
17১ হাজারের চেয়েও কম সংখ্যক লোকের জন্য সেখানে হয়তো ১ হাজার জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা ছিল।Per meno di mille persone, c'erano altrettanti poliziotti armati.
18তারা হয়তোবা এই বাড়তি কাজের জন্য পাওয়া বেতন তাদের স্বাস্থ্য রক্ষার পেছনে ব্যয় করে থাকে।Che possano spendere la paga dei loro straordinari felicemente.
19যেকোন ভাবেই হোক আমরাই তো তাদের বেতন দিয়ে থাকি।Tanto, li paghiamo comunque.
20মেসেডোনিয়ান হেলসিনকি কমিটি নামের একটি মানবাধিকার সংস্থার পরিচালক উরানিজা পিরোভস্কা বিবৃতি [এমকে] দিয়েছেন যে, তিনি সংকল্প করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দাখিল করবেন।La direttrice di Macedonian Helsinki Committee [en], un'organizzazione per i diritti umani, Uranija Pirovska ha dichiarato [mk] che intende presentare un reclamo ufficiale al Ministero dell'Interno, avallato da un video e da testimoni oculari.
21এই ঘটনার প্রমাণ হিসেবে সাক্ষ্য দেয়া একটি ভিডিও ক্লিপ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সহকারে তিনি একটি মামলা করার ইচ্ছা পোষণ করেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল নোভা টিভি একই ধরনের একটি ঘটনার বিষয়ে রিপোর্ট করেছে এবং বিশ্লেষণ [এমকে] করেছে।Nel settembre 2013, l'emittente privata Nova TV aveva raccontato e analizzato [mk] un simile incidente, in cui la polizia aveva costretto un loro cameraman a cancellare le riprese di un'aggressione della polizia stessa contro i dimostranti [en] che cercavano di proteggere un noto parco pubblico di Skopje dalla distruzione.
22প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের আগ্রাসনের সেই ঘটনার ফুটেজ ধারণ করা, তাদের ক্যামেরাম্যানকে পুলিশ চাপ দিয়েছে যেন সে ভিডিওটি মুছে ফেলে।Ad oggi, nessun provvedimento è stato preso nei confronti dei colpevoli.
23সে সময়ে প্রতিবাদকারীরা স্কপিতে গণ উদ্যানের সীমানা চিহ্নিত করণ খুঁটি ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছিল। সেই ঘটনার অপরাধীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।Davanti al palazzo del governo, i dimostranti hanno trovato ad attenderli un cordone di polizia e uno di statue antiche-veri reperti archeologici- posti lì nel 2007.
24সরকার ভবনের সামনে বিক্ষোভটি পুলিশি বেষ্টনীর সামনে পড়ে। এই পদযাত্রা আয়োজন করতে এবং তথ্য ছড়িয়ে দিতে একটি ফেসবুক ইভেন্ট পেজ, একটি ব্লগ এবং টুইটার ব্যবহার করা হয়েছে।Con il progetto Skopje 2014 [en], infatti, il governo sta trasformando l'architettura modernista della città in uno stile falso-barocco per un costo iniziale di 9 milioni di euro.
25টুইটারে#5до12 এবং #5do12 হ্যাশট্যাগের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।Foto dell'autore. CC-BY.