# | ben | ita |
---|
1 | ব্রাজিল: গৃহহীনদের কাছে বই পৌঁছে দিচ্ছে বাইসাইকেল | Brasile: biblioteca a pedali, servizio di base per tutti |
2 | ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়,এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা [পর্তুগীজ]। | Se le buone idee oltrepassano le frontiere, possiamo dire che questa si muove in bicicletta, o meglio, con la “bicicloteca“, una bicicletta che trasporta una piccola biblioteca per le strade di San Paolo. |
3 | এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় । | La bicicloteca nella Piazza da Sé, San Paolo. Foto di GreenMobility su Flickr (Licenza Creative Commons) |
4 | এই প্রকল্পটি রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার জন্য একটি সৃষ্টিধর্মী এবং গতিশীল প্রচেষ্টা। কারণ একজন পাঠককে গ্রন্থাগার থেকে বই ধার নিতে গেলে সাধারণত ব্যক্তিগত পরিচিতি এবং বাসস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন হয়, যা এই গৃহহীনদের নেই। | Il progetto della Bicicloteca è un modo agile e creativo di incentivare all'abitudine della lettura, in particolare tra i senza tetto, dato che generalmente le biblioteche per rilasciare la tessera prestiti richiedono la carta d'identità o il certificato di residenza, documenti che chi vive per strada spesso non ha. |
5 | | L'iniziativa della bicicloteca è nata proprio per ovviare a questo ostacolo e ha ottenuto l'appoggio dei paulisti, dei mezzi di comunicazione e delle imprese. |
6 | সাও পাওলোতে বিচ্চিলোতেচা। ছবি ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির তোলা। | Una campagna che ad agosto ha appena compiuto il suo primo anno di vita. |
7 | সিসি বাই-এনসি ২. ০। বিচ্চিলোতেচার চালকের নাম রবসন মেন্দনচা নামের একষট্টি বছর বয়সী এক গ্রন্থাগারিক, যিনি সাওপাওলোর রাস্তায় বসবাস করতেন। | Il ciclista della bicicloteca è Robson Mendonça, 61 anni, bibliotecario e in passato senza tetto delle strade di San Paolo. |
8 | জর্জ অরওয়েল রচিত অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি পড়ে তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তিনি বিশ্বাস করেন পাঠাভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়। | La lettura di La fattoria degli animali [it] di George Orwell, gli cambiò il modo di vedere le cose, provando che la lettura ha il potere di trasformare la vita delle persone. |
9 | রবসন মেন্দনচা এই পথটি উন্মুক্ত রেখেছেন যেন অন্যরা তা অনুসরণ করতে পারে, সেজন্য তিনি ওচাস (ওচাস [পর্তুগীজ]) পত্রিকা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় বেড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে অন্য একটি পোস্ট এবং মেন্দনচা ও গৃহহীনদের সমর্থক হাজারো মানুষের নেতৃত্বে পরিচালিত মভিমেন্ত এস্তাদুয়াল দা পপুলাচাও এম শিতুয়াচাও দে রুয়া [গৃহহীনদের জন্য জাতীয় আন্দোলন] এ ইতঃপূর্বে আলোচিত হয়েছে। | Robson Mendonça mantiene aperto il cammino in modo che altri possano seguirlo, uscendo dalla vita di strada come avviene per i venditori della rivista Ocas” [pt, come per tutti gli altri link eccetto ove diversamente indicato], della quale ha parlato un post di Global Voices, oppure attraverso il Movimento Estadual da População em Situação de rua, di cui Mendonça è il leader e che lotta per le migliaia di persone senza fissa dimora della città. |
10 | নীচের ভিডিওতে সাও পাওলোয় বিচ্চিলোতেচার কার্যক্রম দেখা যাচ্ছে: | Il video seguente mostra come funziona la Bicicloteca a San Paolo: |
11 | এই উদ্যোগটি ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ (আইভিএম, পরিবেশবান্ধব পরিবহণ সংস্থা) নামক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচির অংশ। | Quest' iniziativa fa parte delle attività dell' Instituto Mobilidade Verde, una ONG senza fini di lucro che vuole diffondere il ricorso di mezzi di trasporto alternativi e sostenibili nelle città. |
12 | আইভিএম একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যা শহরের জন্য বিকল্প ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। | Per e-mail, il presidente dell'organizzazione, Lincoln Paiva, ci racconta come è iniziato il progetto: |
13 | সংস্থাটির সভাপতি লিঞ্চলেন পাইভা ইমেইলে উদ্যোগটি কীভাবে শুরু হলো, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন: | La Bicicloteca è un movimento indipendente nato in diversi punti del globo con l'obiettivo di arrivare lì dove le biblioteche tradizionali non arrivano e nel modo più semplice ed economico possibile. |
14 | বিচ্চিলতেচা বিশ্বের বিভিন্ন স্থান থেকে উঠে আসা একটি স্বাধীন আন্দোলন, যার উদ্দেশ্য যথাসম্ভব সস্তায় ও সহজে সেই স্থানে পৌঁছানো যেখানে প্রথাগত গ্রন্থাগার পৌঁছাতে পারে না। | La Bicicloteca dei Moradores de rua è nata in seguito al mio incontro con Robson Mendonça, un ex senza tetto che riuscì a cambiare la sua vita dopo aver letto “La fattoria degli animali”. |
15 | গৃহহীনদের জন্য বিচ্চিলতেচা জন্ম হয়- রবসন মেন্দনচার সঙ্গে আমার আলাপের পর। | L'istituto gli diede la prima bicicloteca ed in seguito arrivarono le successive grazie alle donazioni private. |
16 | রবসন মেন্দানচা একজন ভূতপূর্ব রাস্তাবাসী মানুষ, যে ‘অ্যানিম্যাল ফার্ম' উপন্যাসটি পড়ার রাস্তায় বসবাস ছেড়ে দেয়। | In un anno la bicicloteca ha prestato più di 107.000 libri senza alcun passaggio burocratico e conta con più di 30.000 libri in deposito. |
17 | ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রথম বিচ্চিলোতেচাটি দান করে, বাকিগুলো এসেছে বিভিন্ন ব্যক্তিগত অনুদান থেকে। | Attualmente l'Instituto Mobilidade Verde lavora monitorando questo progetto e cercando di farlo crescere insieme ad altre Ong interessate ad adottarlo. |
18 | একবছরের মধ্যে বিচ্চিলতেচা ১০৭, ০০০ টি বই কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ঋণ দিয়েছে এবং আরো ৩০,০০০ বই সংগ্রহে যোগ করতে যাচ্ছে। | La bicicloteca inoltre presta libri scritti in alfabeto braille, promuove eventi culturali in piazze pubbliche, occupa le strade attraverso passeggiate per locali storici. |
19 | বর্তমানে ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রকল্পটি তত্ত্বাবধান করছে, পাশাপাশি এই প্রকল্প গ্রহণে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোর কাছে তা পৌঁছে দেবার জন্য কাজ করে যাছে। | |
20 | বিচ্চিলতেচা দৃষ্টিহীনদের ব্রেইল (অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতিতে ছাপা) বই ধার দেয়, জনবহুল চত্বরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন সড়কে (ঐতিহাসিক পদযাত্রা)'র অয়োজন করে। | |
21 | প্রকল্পের লোগো, ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির সৌজন্যে। সিসি বাই-এনসি ২. | Logo del progetto, da Flickr (GreenMobility, Licenza Creative Commons) |
22 | ০। এই কর্মসূচিগুলোর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, আইভিএম এবং বিচ্চিলতেচার এই উদ্যোগ পরিবেশ ও সংস্কৃতি বিভাগে টেকসই নাগরিক পুরস্কার ‘প্রেমিও চিদাদাও সুসতেনতাভে' [টেকসই নাগরিক পুরস্কার] এর জন্য মনোনয়ন লাভ করেছে, যা এর কাজের স্বীকৃতি স্বরূপ। | |
23 | এমনকি সেই দুঃসময়ে যখন কতিপয় মানুষের বিদ্বেষের কারণে উদ্যোগটি বন্ধ হবার উপক্রম হয়েছিল, তখনো সাওপাওলো শহর উদ্যোগটির প্রতি নিজের সমর্থন ও সন্মান প্রদর্শন করেছে। | Tutte queste iniziative hanno generato ripercussioni molto positive, come nel caso del riconoscimento ottenuto con il Premio Città Sostenibile dato all' IMV ed all'iniziativa della bicicloteca nella categoria Ambiente e Cultura. |
24 | ২০১১ সালের সেপ্টেম্বরে বিচ্চিলতেচা চুরি হয়ে যায়, কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টির গুরুত্বপূর্ণ প্রচার চুরি হওয়া উপকরণগুলো উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। | Un evento che avrebbe potuto bloccare progetto, è stata invece l'occasione per rendere pubblico il rispetto e l'affetto della città di San Paolo per la bicicloteca. |
25 | কতিপয় মানুষের এই বিদ্বেষ, বিচ্চিলতেচা প্রেমীদের সংহতি আরো দৃঢ় করে তোলে, যার প্রতিফলন দেখা যায় মোভেরে তে। | Nel settembre 2011 la bicicloteca è stata rubata ma grazie alla grande ripercussione mediatica sulla stampa locale è stata presto recuperata. |
26 | এই মোভেরে একটি অন-লাইন জন-অর্থায়ন (ক্রাউড ফান্ডিং) কেন্দ্র। | Questo brutto episodio si è trasformato in una sorta di mobilitazione no Movere, una piattaforma online di finanziamento collettivo [it]. |
27 | নিচের ভিডিও চিত্রটির মাধ্যমে দুটি বিচ্চিলতেচা তৈরির জন্য প্রয়োজনীয় ১২ হাজার রেয়াইস সংগ্রহ করা হয়: | Il video seguente è stato usato per sollecitare il raggiungimento dei 12mila reais necessari alla costruzione di altre due bicicloteche: |
28 | সৃজনশীল প্রয়াসের ধারাবাহিকতায় বিচ্চিলতেচায় যুক্ত করা হয় বিনামূল্যের সৌরশক্তি চালিত অন্তর্জাল সংযোগ যা বিচ্চিলতেচা সর্বত্র বহন করে। | Continuando ad innovare, la bicicloteca offre anche una connessione internet gratuita nei luoghi in cui transita, ricorrendo all'energia solare. |
29 | এবং এটি শুধু গৃহহীনদের জন্য নয়, কোন বাধা ছাড়াই বিচ্চিলতেচা তথ্য-বিনোদন- সংস্কৃতি জগতে সাধারণ মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে। | E non si rivolge più solamente ai senza tetto. Senza nessun ostacolo burocratico la bicicloteca democratizza l'accesso all'informazione, alla cultura, a tutta la popolazione, compresi lavoratori e studenti. |
30 | ব্রাজিলের যেখানেই বিচ্চিলতেচা যায় যেখানেই একটি বার্তা নিয়ে যায়- বই জীবন পরিবর্তন করতে পারে। | In Brasile, per dove passa, la bicicloteca diffonde il messaggio che un libro può cambiare una vita. |
31 | একই ধারণা নিয়ে ‘লাইব্রেরি উইদাউট বর্ডার' নামক একটি সংগঠন ঝুঁকি ও অভাবের মধ্যে থাকা হাইতির মানুষগুলোর জন্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যা এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ। | Altrove nel mondo, con questa stessa filosofia, l'organizzazione Bibliothèque Sans Frontières [fr], per esempio, consente l'accesso alla lettura in situazioni di gravissimo disagio come nel caso di Haiti, dove ha inaugurato biblioteche mobili per rispondere alle esigenze della popolazione locale. |
32 | পৃথিবীতে গ্রন্থাগার সম্পর্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত সুযোগ রয়েছে। | Il mondo ha un bisogno enorme della creatività delle biblioteche. |