# | ben | ita |
---|
1 | রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহত | Russia: uccisa attivista vincitrice del Premio Politkovskaya |
2 | আজ সকালে, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা সশস্ত্র লোক দ্বারা তার ইঙ্গুশেতিয়ার বাসভবন থেকে সশস্ত্র ব্যক্তি কর্তৃক অপহৃত হন। | Questa mattina [15 luglio] Natalya Estemirova [in], nota attivista per i diritti umani, è stata rapita da un gruppo di uomini armati davanti alla sua abitazione in Inguscezia [it]. |
3 | পরে বুকে একটা গুলিসহ তাকে মৃত পাওয়া যায়। | Il suo corpo senza vita è stato ritrovato alcune ore dopo, un proiettile le aveva perforato il cuore. |
4 | মূল ধারার মিডিয়া একে শুধু আর একটা মৃত্যুর খবর হিসেবে জানিয়েছে- যেখানে দেশের প্রথম সারির এই মানবাধিকার কর্মীর মৃত্যুর গুরুত্ব অন্যরকম। কিছু ব্লগার ঘৃণার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। | Mentre le testate mainstream comunicavano la morte dell'ennesima attivista - in realtà l'omicidio della maggiore attivista per i diritti umani nella regione - alcuni blogger hanno reagito con orrore. |
5 | কোভালেভ আর এস্তেমিরোভা রবার্ট শুম্যান মেডেল পাচ্ছেন। | Estemirova e Kovalev ricevono la Medaglia Robert Schuman |
6 | তাহলে, নাতালিয়া এস্তেমিরোভা কে ছিলেন? | Ma chi era Natalya Estemirova? |
7 | লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী জ্যাঞ্জার তার সংক্ষিপ্ত বর্ননা দিয়েছেন: | Su Live Journal, l'utente xanzhar traccia [rus] una breve presentazione del personaggio pubblico: |
8 | নাতালিয়া এস্তেমিরোভা মেমেরিয়ালের [রাশিয়ার মানবাধিকার সংস্থা] ককেশাস সংক্রান্ত শীর্ষস্থানীয় প্রতিনিধি ছিলেন। | Natalya Estemirova era la maggiore esponente di Memorial [rus], un'organizzazione russa per i diritti umani, nella regione del Caucaso [it]. |
9 | চেচনিয়ার কর্তৃপক্ষরা তাঁর কাজ নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেননি। | Il governo della Repubblica cecena non ha mai criticato il suo operato. |
10 | এস্তেমিরোভার মানবাধিকারের কাজ তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে। | Il suo impegno a favore dei diritti umani era stato premiato con diversi riconoscimenti internazionali. |
11 | তিনি আন্না পোলিতকভোস্কায়া পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন (২০০৭), আর সুইডিশ রাইট লাইভলিহুড পুরস্কার (২০০৪) ও পেয়েছেন। | Nel 2007 le fu assegnato il Premio Anna Politkovskaya [in], alla sua prima edizione, e nel 2004 un'organizzazione svedese le conferì il [-] Premio Right Livelihood [in]. |
12 | ২০০৫ এ ইউরোপীয় সংসদ তাঁকে রবার্ট শুম্যান মেডেল দেয়। | Infine, nel 2005, il parlamento europeo l'aveva insignita con la Medaglia Robert Schumann [in]. |
13 | এলজে ব্যবহারকারী নান্সিসেন্সিব এই হত্যা সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন: | Sempre su Live Journal, nansysnspb pubblica [rus] alcune riflessioni a caldo sull'omicidio: |
14 | কতো কাছে আর কি ভয়ঙ্কর… আমি নাতালিয়া এস্তেমিরোভার বন্ধুদের চিনি…তারা তার জীবন নিয়ে নিল। | Tanto vicino, quanto orribile… [-] Alcuni miei amici conoscevano Natalya Estemirova… e così, all'improvviso, se la sono portata via. |
15 | এটা স্ট্রুগাটস্কাই [কল্প কাহিনী] এর মতো…এর পরে কি? | Come se fossimo tutti protagonisti di una Strugatsky [romanzo di fantasia]… Cosa accadrà dopo? |
16 | মোমবাতি জ্বালানো… হত্যাকারীদের অভিশাপ দেয়া, আর বিচারকের অফিসে চিঠি দিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের আবেদন করা- হত্যাকারী যারা সম্ভবত ব্যাজ ধারন করে আর হয়তো সংশ্লিষ্ট নিরাপত্তা বলয়ে তাদের অবস্থান আছে। | Accendere candele… maledire gli assassini, scrivere lettere alla procura affinché conduca indagini per condannare questi criminali - assassini che probabilmente avranno gradi militari e ricopriranno cariche di responsabilità all'interno dei servizi di sicurezza. |
17 | এলজে ব্যবহারী ফর ইফেল একই ধারায় বলেছেন: | Anche for efel [rus] è in sintonìa con lo scoramento generale: |
18 | অবশ্যই [এই হত্যা] সম্পর্কিত [চেচেন প্রেসিডেন্ট] কাদিরোভের সাথে। | Sicuramente [l'omicidio] è connesso a Kadyrov [Presidente ceceno]. |
19 | এটা শুধু জানা যাচ্ছে না কিভাবে। | Semplicemente non sappiamo come. |
20 | তাকে খুশি করতে না রাগাতে, যেমন ছিল পোলিতকোভস্কায়ার হত্যা। | Che sia stato fatto per favorirlo o danneggiarlo, è come quello della Politkovskaya. |
21 | এটা সম্পর্কিত (আমি যেমন দেখি) চেচনিয়া আর ইঙ্গুশেতিয়ার মধ্যকার সরকারী সীমান্ত তুলে নেয়ার সাথে তার সোন্দেরকোমান্দের [বিশেষ বাহিনীর] জন্য… নাতালিয়া [এস্তেমিরোভা] আন্না পোলিতকোভস্কায়ার থেকেও বেশী মূল্যবান ব্যক্তি ছিলেন। | (Per come la vedo io) bisogna collegarlo all'abolizione delle frontiere tra Cecenia e Inguscezia per il sonderkomand [unità speciali]… [-] Natasha [Estemirova] era persino più importante di Anna Politkovskaya - questo è un fatto. |
22 | সাধারনত ককেশাসে কাজ করা প্রত্যেক মানবাধিকার কর্মীর জন্য একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায়। | In generale si dovrebbe dedicare un monumento ad ogni singolo attivista dei diritti umani che opera nel Caucaso. |
23 | আমি শুধু আশা করি হত্যাকারীরা এটা ভুলভাবে না নেয়: আমি বলতে চাচ্ছি জীবিতের জন্য স্মৃতিস্তম্ভ! | Spero solo che gli assassini non interpretino questa affermazione a modo loro: intendevo dire un monumento per quelli vivi! |
24 | আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা। | Un'altra morte - un altro necrologio. |
25 | কোন পরিবর্তন কি এতে হয়? | È cambiato qualcosa? |
26 | এটা সবার চিন্তা করার মতো একটা প্রশ্ন। | Ognuno di noi dovrebbe porsi questa domanda. |
27 | তারপরেও, ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বিচার করলে, নাতালিয়া এস্তেমিরোভা রাশিয়ার সংঘাতপুর্ন চেচনিয়া প্রজাতন্ত্রের অনেক মানুষের জন্য পরিবর্তন এনেছিলেন যারা সেখানের প্রতি দিনের জীবনযাত্রায় সংঘাত আর বিভীষিকার মধ্যে দিন কাটায়। | Una cosa è certa, a giudicare dalle reazioni dei blogger: Natalya Estemirova ha fatto moltissimo per parecchie persone costrette a subìre quotidianamente violenze arbitrarie e terrore nella Repubblica cecena, dilaniata dal conflitto con la Russia. |