# | ben | ita |
---|
1 | আলজেরিয়াঃ ফুটবল খেলার মাঠ, ভিন্নমত প্রকাশের এক নুতন ক্ষেত্র | Algeria: esprimere dissenso anche grazie al calcio |
2 | নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য আলজেরীয় নাগরিকরা নতুন উপায় আবিষ্কার করেছে। | |
3 | ফুটবল খেলার দর্শকরা মাঠে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের সুযোগ গ্রহণ করেছে। আলজেরিয়া হচ্ছে সেই রাষ্ট্র যা এখন পর্যন্ত তথাকথিত আরব বিপ্লবের বসন্তের ছায়া থেকে নিজেকে আড়াল করে রাখতে সক্ষম হয়েছে। | La popolazione algerina ha scoperto un nuovo modo per far sentire la propria voce: in un Paese che si è finora mantenuto al riparo dall'ondata rivoluzionaria della cosiddetta Primavera Araba, i tifosi usano i cori da stadio per lanciare messaggi dal contenuto politico. |
4 | টুইটারে, আলজেরীয় টুইটার ব্যবহারকারী বাকী ৭আওয়ার এই নতুন ধারার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করছে। | Su Twitter, è l'utente algerino Baki 7our a richiamare la nostra attenzione su questa nuova strategia: |
5 | @৭আওয়ার: #আলজেরিয়ায় এক অস্বাভাবিক ঘটনাঃ ফুটবল সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক স্লোগান দিচ্ছে, ‘শাসকের বোমা বিস্ফোরণ ঘটায়, আর দোষ দেয় আল কায়েদার'। http://ow.ly/6DIjx। | @7our [en, come tutti i link tranne ove diversamente indicato]: Cosa insolita per l'Algeria: i tifosi intonano cori politici allo stadio. “Il regime mette le bombe e poi accusa Al Qaeda” http://ow.ly/6DIjx |
6 | এই ভিডিও, যা পোস্ট করেছে ইজিপ্টকিং১, সেটি আমাদের প্রদর্শন করছে, একদল প্রাণবন্ত জনতা ড্রামের তালে তালে গান গাইছে: | Il video [ar], condiviso da egypteking1, mostra una folla animata che canta al ritmo dei tamburi. |
7 | আলজেরীয় বা দরিজা ভাষায় গাওয়া এই গানের কথাগুলো হচ্ছেঃ | Il motivetto, nella variante algerina dell'arabo, dice: |
8 | ““[আলজেরীয় রাষ্ট্রপতি আবদুল আজিজ ) বুতাফ্লিকা আরো এক দফা রাষ্ট্রপতি পদে থাকতে চায়, আর জেরহোউনি [ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী] তা নিশ্চিত করার জন্য সবকিছু করছে। এর মধ্যে রয়েছে বোমা হামলার নাটক সাজানো এবং তারপর এর জন্য তারা আল কায়েদাকে দোষারোপ করছে”। | [Il presidente Abdelaziz] Bouteflika vuole un altro mandato, e Zerhouni [ex ministro degli Interni] fa di tutto perché ciò accada, incluso inscenando attacchi terroristici per poi incolpare Al Qaeda. |
9 | ৭আওয়ার, আমাদের আরেকটি লিঙ্ক প্রদর্শন করছে, যেখানে দর্শকরা আলজেরিয়ার শ্রেণী সংগ্রাম; ধনী এবং দরিদ্রের মধ্যে যে সংঘাত, সেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছে। | 7our pubblica il link di un altro video in cui i tifosi evocano la lotta di classe in corso nel Paese: |
10 | @৭আওয়ার: # আলজেরিয়া: ফুটবল মাঠে দর্শকরা আরেকটি বিষয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছে, তাদের স্লোগানের বিষয় হচ্ছে সুবিধা বঞ্চিত বনাম সুবিধা ভোগী শ্রেণীর সংগ্রাম।http://ow.ly/6DJtq। | @7our: #Algeria: Altri cori politici allo stadio. L'argomento è la lotta di classe tra le classi deboli e quelle privilegiate http://ow.ly/6DJtq |
11 | ভিডিওটি এখানে রয়েছে। ইউটিউবে এটি আপলোড করেছে সাইমিরাশাদি: | Questo [ar] è il filmato, caricato su YouTube dall'utente Saimirsaadi: |
12 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
13 | v=fI2u-VFgJHc | v=fI2u-VFgJHc |
14 | তবে মালিকা স্লিমানির মতে, রাজনৈতিক মত প্রকাশের এই ক্ষেত্র একেবারে নতুন কিছু নয়। | Ma come fa notare Malika Slimani, i cori politici non sono una vera e propria novità nel panorama sportivo algerino: |
15 | @তানিয়াস্লিমানি: @জাস্টআমিরা; স্মরণ করতে পারি, ফেব্রুয়ারী/ মার্চে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাদের আমি “লিবিয়া” বলে স্লোগান দিতে দেখেছি। | @TanyaSlimani: @JustAmira Ricordo che a febbraio/marzo, al momento dell'inno, la gente urlava “Libia” |
16 | যদিও ফেব্রুয়ারি মাস থেকে বিক্ষোভ শুরু হয়েছে, তারপরেও আলজেরিয়া, আরব বিপ্লবের বসন্তের পূর্ণ মাত্রায় বিকশিত হবার সময়েও নিজেকে এর থেকে আড়াল করে রাখতে সক্ষম হয়েছে। | Nonostante nel mese di febbraio si siano registrate diverse proteste, l'Algeria sembra mantenersi lontana dalla rivoluzione. |
17 | দেশটির ফুটবল খেলাগুলো রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাকে তুলে ধরার জন্য একটি ক্ষেত্র হতে পারে। | In futuro saranno forse proprio le partite di calcio ad aprire la strada a rivendicazioni politiche, sociali ed economiche? |