# | ben | ita |
---|
1 | আর্মেনিয়া: সংরক্ষিত বনে অবৈধ শিকারের খবর | Armenia: cyber-attivismo contro la caccia illegale in una riserva naturale |
2 | অনলাইনে অ্যাক্টিভিজম কিভাবে আর্মেনিয়ার জন্য পরিবর্তন আনতে পারে এটার এক উদাহরণ হচ্ছে: খসরোভ সংরক্ষিত বনের প্রধান বনরক্ষীর জংলী শুকরকে শিকার করা অবস্থায় একটি ইউটিউব ভিডিও প্রকাশ হওয়ার পর তার চাকুরী চলে গেছে। | A dimostrazione di come l'attivismo online possa fare la differenza in Armenia, il video diffuso su YouTube, che mostra una guardia forestale sparare a un cinghiale nella riserva naturale di Khosrov, ha portato al suo licenziamento. |
3 | এ বছর ৬ই ফেব্রুয়ারি ইউটিউব ব্যবহারকারী টুগউরাতু নীচের বর্ণনাসহ ভিডিওটা পোস্ট করেন: | Il 6 febbraio 2009, TugUrartu ha pubblicato il video [arm] con la seguente descrizione: |
4 | জানুয়ারী ২০ তারিখে, আমরা খসরোভ সংরক্ষিত এলাকায় যাই বেড়াতে। | Il 20 gennaio siamo andati in gita alla riserva naturale di Khosrov. |
5 | ফেরার পথে আমরা দেখলাম একজন বনরক্ষী কিভাবে শিকার করছে, এই বলে যে ‘এটা একটা বাজে পশু, জঙ্গলের ওক গাছ ধ্বংস করে'। | Mentre stavamo rientrando, ci siamo accorti che una guardia forestale stava uccidendo degli animali, sostenendo che ‘sono animali stupidi, distruggono le querce della foresta.' |
6 | সে আমাদের অনুরোধ উপেক্ষা করে… | Ha ignorato i nostri appelli [a desistere] … |
7 | সংক্ষিপ্ত ভিডিওটা দেখিয়েছে বনরক্ষী দৌড়ানো শুকরের দিকে ১৪টা গুলি ছুঁড়ছে। | Il video mostra la guardia forestale che spara quattordici colpi sul cinghiale in fuga. |
8 | মহিলা ক্যামেরাম্যান বনরক্ষীকে অর্থও দেয়ার চেষ্টা করেছে কিন্তু কোন ফল হয়নি। | La donna che riprendeva la scena gli ha persino offerto del denaro, ma inutilmente. |
9 | ভিডিওটা আপলোড করার একদিন পরে, ফেসবুকে আমেরিকার পরিবেশবাদী দলের একজন উপস্থাপক সদস্যদের নীচের বাণী পাঠিয়েছিলেন: | Il giorno successivo alla pubblicazione del video, il moderatore di un gruppo ambientalista armeno su Facebook [arm] ha inviato ai membri il seguente messaggio: |
10 | বনরক্ষী প্রধান বন্য প্রাণী হত্যা করেছেন: … খসরোভ সংরক্ষিত বনকে রক্ষার জন্য | Il capo della forestale UCCIDE GLI ANIMALI SELVATICI … per salvaguardare la foresta protetta di Khosrov |
11 | “এটা একটা বোকা প্রানী যে গাছের ক্ষতি করছে,” বলেছেন বনরক্ষী প্রধান | “è uno stupido animale che danneggia gli alberi” sostiene il capo della forestale |
12 | সংরক্ষিত বন? | Foresta protetta? |
13 | কসাই খানা? | Mattatoio? |
14 | মজা করার স্থান? | Luogo in cui spassarsela? …. |
15 | খসরোভ সংরক্ষিত বন এখন কি? | Cos'è la FORESTA PROTETTA DI KHOSROV ADESSO? |
16 | এর আসল সংরক্ষনকারী কে? | Chi sono davvero quelli che la proteggono? |
17 | কার হাতে এটা আছে? | In quali mani si trova? |
18 | সংরক্ষিত বন বলে পরিচিত স্থানে আর কয়টা প্রাণী এখনো আছে? | Quanti animali esistono ancora nel luogo definito FORESTA PROTETTA? |
19 | আসুন প্রকৃতির সাথে সদ্ভাবে থাকার অধিকার সংরক্ষন করি। | […] Tuteliamo il nostro diritto a vivere in ARMONIA con la NATURA~~” |
20 | এই বাণী আরো কয়েকটা ব্লগে প্রকাশিত হয়েছিল এবং এটি সমর্থনকারীদের অনুরোধ করে আর্মেনিয়ার প্রকৃতি সংরক্ষণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে আর তাদের দরকারী টেলিফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। | |
21 | পরের দিন পরিবেশবাদী ব্লগ বনামারদ ভেবেছেন যে এই ঘটনা কি কোন ক্ষমতাশালী রাজনীতিবিদের উন্নয়ন প্রকল্পের অংশ কিনা যা আর একটা লেখায় বর্ণনা করা হয়েছে। | Nel messaggio, pubblicato anche su alcuni blog, si chiedeva ai sostenitori di contattare il Ministero dell'Ambiente e Tutela del Territorio in Armenia ai relativi numeri di telefono e indirizzi e-mail. |
22 | আর্মেনিয়ার মিডিয়া জানিয়েছে কিছু সময় আগে যে আর্মেনিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা একটা রেস্টুরেন্ট-হোটেল কমপ্লেক্স তৈরি করছে খসরোভ সংরক্ষিত এলাকায় বনের কিছু অংশ নিয়ে। | Il giorno dopo, il blogger ambientalista Bnamard si chiedeva se l'episodio non facesse parte del progetto di sviluppo [in] di un potente uomo politico, come è spiegato dettagliatamente in un altro post [arm]. […] |
23 | হয়তোবা বনরক্ষী প্রধানকে বলা হয়েছে বনের ওই এলাকার কিছু ‘বোকা প্রানীকে' মেরে ফেলতে। | Bnamard in seguito ha riferito che la guardia forestale era stata punita [arm]. |
24 | বনামারদ পরে জানিয়েছেন যে ওই বন কমকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। তবে, প্রকৃতি সংরক্ষণ [রিপোর্টিং] হটলাইন হচ্ছে ৫১-৯১-৮২ সেখানে এরকম ঘটনা জানাবেন এবং মিডিয়াকেও জানাতে ভুলবেন না… | A proposito, la linea diretta per le segnalazioni al Ministero dell'ambiente è 51-91-82, ma non tralasciate altri canali d'informazione… |
25 | কারন আসলেই এটা ঠিক যে ভিডিও এর প্রমান ছাড়া বিচার হয়ত করা যেতনা। | Va detto che, senza la prova di quel video, probabilmente non si sarebbe ottenuta affatto giustizia. |