# | ben | ita |
---|
1 | জাপান: সুনামি আঘাত হেনেছে, কিছুই বাকি রাখেনি | Giappone: Tsunami colpisce la costa lasciandosi dietro solo devastazione |
2 | এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | |
3 | জাপানের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের পরে দেশটিতে এক ভয়ঙ্কর সুনামি আঘাত হেনেছে। | A seguito del più grande terremoto mai registrato nella storia del Paese, il Giappone è stato colpito da un devastante tsunami. |
4 | দেশজুড়ে জনগণ তাদের টিভি সেটে চোখ রেখেছে এবং দেখছে সাত মিটার উঁচু সুনামির জলের স্তম্ভ গাড়ি এবং বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে - এইসব দৃশ্য। | La gente è incollata alla TV mentre nei notiziari scorrono le scene di onde alte più di 7 metri che spazzano via auto e palazzi. |
5 | তবে বিশ্বের অন্যান্য স্থানে লোকজন আরও ক্ষতির জন্যে প্রস্তুত হচ্ছে, যেমন হাওয়াইতে উপকূল এলাকা থেকে লোক সরিয়ে নেয়া হচ্ছে এবং আরও বিশটি দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। | Nel frattempo, in altre parti del mondo ci si prepara al peggio: alle Hawaii è stata ordinata un'evacuazione delle zone costiere e sono stati diffusi altri avvertimenti in oltre 20 Paesi. |
6 | দ্যা গার্জিয়ান এই দুর্যোগ সম্পর্কে তাজা খবর প্রকাশ করছে। | La testata londinese “The Guardian” continua a pubblicare aggiornamenti in tempo reale sul disastro. |
7 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
8 | v=rWgvX1FGK4I http://www.youtube.com/watch? | v=rWgvX1FGK4I http://www.youtube.com/watch? |
9 | v=lSimeWFiuYc | v=lSimeWFiuYc |
10 | ইবারাকির বড় ঘূর্ণিপাক এর একটি ছবি (@গাকুরানমান এর সৌজন্যে): | Il sito news24.jp prosegue con gli aggiornamenti, dopo una prima mappa dello tsunami. |
11 | টুইটারে প্রকাশিত বার্তাগুলোর কিছু নমুনা: | Questa l'immagine di un gigantesco vortice a Ibaraki (via @gakuranman): |
12 | টাইনিস্টার৩২৩ লিখছে: | Di seguito alcuni messaggi da Twitter. |
13 | সুনামিকে খালি ঢেউ ভাবলে ভুল করবে, এটি আসলে কংক্রিটের দেয়ালের মত যা দ্রুত গতিতে ধেয়ে আসে। | Tinystar323 scrive: Per favore non pensate allo tsunami come a delle “onde”, ma piuttosto come a “mura di cemento che scendono in picchiata ad alta velocità”. |
14 | মানুষ তার কাছে খর কুটোর মত। | Gli umani non possono farci niente. |
15 | দয়া করে আগ্রহী হয়ে দেখতে কাছে যাবেন না। | Vi prego non avvicinatevi neanche a darci un'occhiata per curiosità. |
16 | @নিশি_০০২৪ একটি অসমর্থিত খবরে জানিয়েছে যে প্যাসিফিকো ইয়োকোহামা সেন্টারে আর লোকের জায়গা হচ্ছে না: | Una voce non confermata da @nishi_0024 afferma che il centro Pacifico Yokohama non accetta più persone: |
17 | প্যাসিফিকো ইয়োকোহামা কনভেনশন সেন্টার সুনামির হুমকির মুখে তাই তারা আর লোক নিচ্ছে না। | Il Pacifico Yokohama [centro convention] è in allarme tsunami, quindi non accetta più persone! |
18 | সুনামির শিকার @এডামামকিবলছে: | Da @edamamicky, una vittima dello tsunami: |
19 | আমরা সুনামির শিকার। | Sono una vittima dello tsunami. |
20 | আমরা দ্বিতীয় তলায় আছি - আমার আম্মা, ভাই এবং একজন প্রতিবেশিসহ। | Sono al residence 2F con mia madre, mio fratello, e un vicino ad aspettare i soccorsi. |
21 | আমরা সুস্থ আছে, উদ্ধারের অপেক্ষায়। | Nessun ferito. |
22 | প্রথম তলা পানির নিচে তাই বেরোতে পারছি না। | (il residence) 1F è tutto sommerso e noi non riusciamo ad uscire da qua da soli. |
23 | ফোনও নষ্ট। | Inoltre il telefono è fuori uso. |
24 | ভূমিকম্পের পরবর্তী সময়ের মিনিটে মিনিটে প্রতিবেদনের জন্যে এন এইচ কের সরকারী স্ট্রীম দেখুন. | Per il reportage sul post-terremoto minuto per minuto, c'è anche lo ustream officiale della TV nipponica. |