# | ben | ita |
---|
1 | নববর্ষে চীনে সত্যিকার অর্থ মূল্যের ভার্চুয়াল খাম পাঠানোর সুযোগ | Cina: utenti di WeChat inviano Buste Rosse virtuali con soldi veri per il Capodanno Cinese |
2 | চীনে নববর্ষের ছুটির সময় উপহার হিসেবে লাল খাম দেওয়া একটি ঐতিহ্য। | In Cina è tradizione inviare buste rosse come regalo durante la festa per il Capodanno Lunare. |
3 | ঐতিহ্যবাহী এই প্রথাটি এ বছর চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল রুপ ধারণ করেছে। | Quest'anno la tradizione passa al formato digitale, sulla piattaforma di social media più utilizzata in Cina. |
4 | জনপ্রিয় মেসেজিং মোবাইল অ্যাপ্লিকেশন উইচ্যাট এর মাধ্যমে মানুষ এখন এই লাল খাম উপহার হিসেবে পাঠাতে পারবেন। | Ora, infatti, le persone hanno la possibilità di inviare le buste rosse attraverso la popolare applicazione di messaggistica mobile WeChat. |
5 | একটি লাল খাম প্রিয়জনদের অর্থ উপহার দেওয়া নির্দেশ করে এবং চীনে এটি বিশেষ অনুষ্ঠান যেমন বিয়ে এবং চীনা নববর্ষের সময় দেওয়ার রীতি প্রচলিত। | La busta rossa è un regalo in denaro che viene donato in occasioni speciali come i matrimoni e il Capodanno Cinese. |
6 | লাল রঙের খামটি সৌভাগ্যের প্রতীক এবং এটি মনের মন্দ প্রফুল্লতাকে বিতাড়িত করে। | Il colore rosso della busta è simbolo di buon augurio e si ritiene tenga lontani gli spiriti maligni. |
7 | চন্দ্র নববর্ষ যেহেতু খুব কাছাকাছি, সেহেতু চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট উইচ্যাটে তাদের ৬০ কোটি ব্যবহারকারীর জন্য একটি নতুন ফিচার চালু করেছে: আর সেটি হচ্ছে, “লাল খাম”, যা দিয়ে সারা বিশ্বের ব্যবহারকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ভার্চুয়াল লাল খাম পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন। | Con l'avvicinarsi del Capodanno Lunare, il colosso del web cinese Tencent, ha introdotto una nuova funzione per i suoi 600 milioni di utenti su WeChat: “Busta Rossa”, con la quale gli utenti in tutto il mondo posso inviare e ricevere buste rosse virtuali collegate al loro conto bancario. |
8 | উইচ্যাটে লাল খাম ফিচারের স্ক্রিশট। | Fermo immagine della funzione Busta Rossa su WeChat |
9 | এই লাল খামের ব্যবহার খুব সহজ। | È facile da usare. |
10 | ব্যবহারকারীরা উইচ্যাটে যেকোনো ব্যক্তি বা বন্ধুকে এটি পাঠাতে বা এমনকি একটি গ্রুপ তৈরি করতে পারবেন। | Gli utenti possono inviare una busta a singoli amici su WeChat o addirittura creare un gruppo, inviare una busta e il primo membro che la apre riceve i soldi. |
11 | তাঁরা সেই গ্রুপে খামটি পাঠাতে পারবেন এবং খামের মোড়াক খোলার প্রথম সদস্য সেই টাকা পাবেন। | L'utente può anche destinare in modo casuale una certa quantità di denaro a un gruppo di amici. |
12 | ২০১৩ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে সিনা উইবোকে সড়িয়ে শীর্ষ স্থানটি দখল করে নেয় উইচ্যাট। | WeChat ha rimpiazzato Sina Weibo comepiattaforma di social media più popolare nel 2013. |
13 | চীনের বাইরে প্রায় ৭ কোটি ৮০ লক্ষ ব্যবহারকারী নিয়ে এটি গত বছর তাঁর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে। | Con i suoi circa 78 milioni di utenti fuori dalla Cina, l'applicazione ha anche avuto una crescita significativa nell' anno passato. |
14 | নতুন লাল খামের এই ফিচারটি উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি করার পাশাপাশি এর অনলাইনে মূল্য পরিশোধ ব্যবস্থাকে প্রসারিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। | La nuova funzione “busta rossa” dovrebbe portare a un aumento del numero di utenti di WeChat ed estendere la sua funzione di pagamento online. |
15 | খামের ধারণাটি একচেটিয়াভাবে উইচ্যাটের নয়। | Quest'idea non riguarda solamente WeChat. |
16 | সিনা উইবো এবং আলিপেও এই ধারণা চালু করেছে। | Sia Sina Weibo che Alipay hanno introdotto questa funzione. |
17 | গত বছরের বসন্ত উৎসব চলাকালে ১. ৬৪ মিলিয়ন ইউয়ান (প্রায় ২৭০,০০০ মার্কিন ডলার) মূল্যমানের অর্থ আলিপের ভার্চুয়াল লাল খামের মাধ্যমে পাঠানো হয়েছিল। | Durante la Festa di Primavera dello scorso anno, sono stati inviati l'equivalente di 1,64 milioni di yuan (circa 200.000 euro) in buste rosse virtuali su Alipay. |
18 | উইচ্যাটের সামাজিক নেটওয়ার্কিং ফাংশন এবং এতে মিথস্ক্রিয়তা এবং মজার আরও সব উপাদান যোগ করার জন্য, ফিচারটি খুব সম্ভবত এই বছর আরও জনপ্রিয়তা লাভ করবে। | Grazie alla componente social di WeChat e all'aggiunta di elementi interattvi e divertenti, la funzione probabilmente acquisterà maggiore popolarità quest'anno. |