Sentence alignment for gv-ben-20130421-36071.xml (html) - gv-ita-20130419-78482.xml (html)

#benita
1পাকিস্তানের নির্বাচনী পথ রক্তে রঞ্জিতPakistan: la campagna elettorale si macchia di sangue
2আত্মঘাতি বোমা হামলা, গ্রেনেড বিষ্ফোরন এবং দূর নিয়ন্ত্রিত বোমা হামলা হামলা- সব একদিনে।Un attentato suicida esplosivo, un attacco bomba e un'esplosione controllata da remoto in un giorno solo.
3তিনটি আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রার্থীদের উদ্দেশ্যে সংগঠিত বোমা হামলায় উনিশ জনের প্রাণহানি ঘটেছে।19 persone sono rimaste uccise in tre diversi episodi che avevano come obiettivo i candidati di tre diversi partiti politici.
4পাকিস্তানের নির্বাচনে লড়িয়েদের জন্য ১৬ এপ্রিল ২০১৩ একটি রক্তাক্ত দিন।Il 16 aprile 2013 è stato un giorno di sangue per la campagna elettorale in Pakistan.
5পাকিস্তানের একজন সক্রিয় টুইটার ব্যবহারকারী সামাদ খুররম ( @সামাদকে) বলেনঃSamad Khurram (@SamadK) [en, come i link a seguire salvo dove diversamente specificato], un utente Twitter del Pakistan molto attivo, scrive:
6@সামাদকে: গোলাম বিলৌর (এ এন পি), সানাউল্লাহ জেহরি (পিএম এল-এন) এবং জুলফিকার আফগানি (পিপিপি) এর উপর আজ আক্রমণ করা হয়েছে।@SamadK: oggi sono stati attaccati Ghulam Bilour (ANP), Sanaullah Zehri (PML-N) e Zulfiqar Afghani (PPP).
7এ পরিবেশে কি আমরা নির্বাচন করব?Possiamo avere delle elezioni in un clima del genere?
8ধর্ম নিরপেক্ষ এবং পসতুন সংখ্যাগরিষ্ঠ আওয়ামী ন্যাশনাল পার্টি (এ এন পি) মিছিলে পেশোয়ারের উত্তর পশ্চিম অংশে আত্মঘাতি বোমা হামলা চালানো হয়, এ হামলায় ১৫ জন হত এবং দলটির নেতা গুলাম আহমেদ বিলৌরসহ আরও ৫০ জন আহত হয়।Un attentatore suicida si è fatto esplodere nella zona nordovest di Peshawar durante un raduno del Partito Nazionale Awami (ANP), di stampo laico e formato per la maggior parte da pashtun [it], uccidendo 15 persone.
9তেহেরিক- ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বোমা হামলার দায়িত্ব স্বীকার করে, গত কয়েকমাসে এ নিয়ে ধর্ম নিরপেক্ষ এই দলটির নেতা এবং নির্বাচনী প্রার্থীদের উপর ষষ্ঠ বারের মত বোমা হামলা চালান হয়।Altre 50 sono rimaste ferite, incluso il sostenitore del partito Ghulam Ahmed Bilour. Il Tehreek-e-Taliban Pakistan (TTP) ha rivendicato [it] l'attacco, il sesto lanciato contro i leader e i candidati del partito laico nell'ultimo mese.
10এ মাসের শুরুর দিকে তালিবান জঙ্গীরা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করে এবং ধর্ম নিরপেক্ষ রাজনীতিবীদ দের উপর হামলার ঘোষনা দেয়।Nelle settimane passate i militanti talebani avevano ordinato agli elettori di tenersi alla larga dai seggi e giurato di sferrare attacchi contro i politici del partito.
11দক্ষিন ওয়াজিরিস্তানে সহিংসতাঃ আব্দুল খালিকের নির্বাচনী অফিস জংগীরা জ্বালিয়ে দেয়।Waziristan del sud: ufficio elettorale del candidato indipendentista Abdul Khaliq. fatto esplodere dai militanti.
12ছবি পাক ভোট (১১/৪/২০১৩) - এর সৌজন্যেImmagine gentilmente concessa da Pak Votes (11/04/2013)
13পাকিস্তানের অল্প কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এ এন পি অন্যতম রাজনৈতিক দল যারা প্রকাশ্যে তালিবানদের বিরোধিতা করে।L'ANP è uno dei pochi partiti politici in Pakistan ad aver chiaramente puntato il dito contro i talebani.
14প্রখ্যাত সমাজকর্মী মার্ভি সিরমেদ (@মার্ভিসিরমেদ) টুইট করেনঃMarvi Sirmed (@MarviSirmed), un illustre attivista in campo sociale, ha scritto su Twitter:
15@মার্ভিসিরমেদ ঃ # টিটিপি - এর সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো অবস্থান নেওয়ায় #এ এন পি ও তাঁদের সমর্থকদের অভিবাদন #মিডিয়া #রাজনৈতিক দল #এস্টাব্লিশমেন্ট”@MarviSirmed: Onore all'#ANP per essere ancora schierato contro i terroristi del #TTP e contro tutti i loro sostenitori, ovunque essi siano #Media #politicalParties #establishment.”
16গত বছরের শেষ দিকে বিলৌরের ভাই এবন একজন রাজনৈতিক কর্মী আত্মঘাতি বোমা হামলায় প্রাণ হারান।Il fratello di Bilour, un altro leader del partito, era stato ucciso lo scorso anno in un attacco suicida. Hoor F.
17পাকিস্তান তেহরিক -ই- ইনসাফ (পি টি আই) রাজনৈতিক দলের ৩৩ বছর বয়স্ক একজন সমর্থক হুর এফ. খান (@হুভিক) টুইট করেনঃKhan (@HooviK), 23 anni, sostenitore del partito Pakistan Tehrik-e-Insaaf (PTI) ha commentato su Twitter:
18@হুভিকঃ # বিলৌর আর কত কষ্ট সহ্য করবে? ভোট নাহি দেনা, না দাও, জান তো নাহি লো জালিমও [আপনি ভোট না দিতে চাইলে না দিবেন, অত্যাচারীরা প্রাণ নেওয়া থেকে বিরত থাকুন] # এ এন পি # পিটিআই #পিপিপি #পি এম এল এন@HooviK: Quanto altro dolore dovranno sopportare i #Bilour? vote nai dena, na dou, jan tho na lo zalmo [se non volete votare, non votate, e smettetela di uccidere, gente senza cuore] #ANP #PTI #PPP #PMLN
19এ এন পি তাঁর নির্বাচনী প্রার্থীদের ভোট চাওয়ার বিষয়টিকে সীমাবদ্ধ করে “ প্রকাশ্যে জনসভা ও মিছিলকে সীমাবদ্ধ “করার জন্য নির্দেশনা জারী করেছে।”L'ANP ha ora chiesto ai suoi canditati di limitare la propaganda e di evitare così “processioni e assembramenti di gente in spazi aperti”.
20নির্বাচন সংক্রান্ত সহিংসতাকে চিহ্নিত করে পাকভোটম্যাপ.Schermata tratta da Pakvotesmap.pk che evidenzia gli incidenti collegati alle elezioni.
21পিকে এর স্ক্রীনশট। পাক ভোট-এর অনুমতিক্রমে ব্যবহৃতImmagine pubblicata con il permesso di Pak Votes
22একই শহরে পাকিস্তান পিপলস পার্টি পার্লামেন্টারী দল (পিপিপিপি)-এর প্রার্থী জুলফিকার আফগানীর বাসায় গ্রেনেড ছোড়া হয়েছে যদিও সৌভাগ্যক্রমে কেউ আহত হয় নি।Nella stessa città è stata lanciata una granata [it] contro la casa del candidato del Partito Parlamentare Popolare del Pakistan (PPPP), Zulfiqar Afghani, per fortuna senza causare feriti.
23উশাহিদি প্ল্যাটফর্মে নির্বাচন সংক্রান্ত সহিংসতা নথিভুক্ত করা ও ম্যাপিং করার উদ্যোগ গ্রহণকারী নাগরিক সাংবাদিকতা সংস্থা পাক ভোট টুইট করেঃPak Votes, iniziativa di citizen journalism che documenta e crea una mappatura della violenza associata alle elezioni su una piattaforma Ushahidi, ha scritto su Twitter:
24@ পাক ভোট: পেশোওয়ারের নির্বাচনী এলাকা-১ এর পিপিপি প্রার্থী জুলফিকার আফগানীর উপর হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।@Pak Votes: Bomba a mano sul candidato dell'NA-1 PPP del Peshawar, Zulfiqar Afghani.
25হামলায় কেউ ক্ষতিগ্রস্ত হয় নি #পাকভোটNessun ferito. #PakVotes
26একই দিনে বেলুচিস্তান প্রদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় শহর খুজদারে পাকিস্তান মুসলিম লীগ (এন) - এর প্রার্থী সানাউল্লাহ জেহরির গাড়িবহরে দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় চার জন হত হয়। জেহেরি আঘাত ছাড়াই রক্ষা পান কিন্তু তাঁর ছেলে, ভাগ্নে এবং ভাই এ হামলায় মৃত্যুবরণ করে।Nello stesso giorno, qualche ora prima, il convoglio su cui viaggiava Sanaullah Zehri, candidato della Lega Musulmana del Pakistan (N), era stato colpito da una bomba comandata a distanza, uccidendo quattro persone nel sudovest di Khuzdar, nella provincia del Balochistan.
27এ ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী দল বালুচ লিবারেশন আর্মি (বি এল এ) দায়িত্ব স্বীকার করে।Zehri ne è uscito illeso, ma suo figlio, suo nipote e suo fratello sono rimasti uccisi.
28রাজনৈতিক বিশ্লেষক আদনান রাসুল ( @আদনানরাসুল) এ আক্রমনের বিষয়ে মন্তব্য করেনঃL'attacco è stato rivendicato dal gruppo separatista Armata Baloch per la Liberazione (BLA).
29@আদনানরাসুলঃ প্রথমে সানাউল্লাহ জেহরি, যে তাঁর পরিবারকে হারিয়েছেন ..Commentando gli attacchi, l'analista politico Adnan Rasool (@adnanrasool) ha dichiarato:
30এর পর গুলা বিলৌর যিনি অল্পের জন্য আক্রমণ থেকে বেঁচে গেছেন.. সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এক হওয়া দরকার।@adnanrasool: Prima Sanaullah Zehri ha perso la famiglia… Poi è stata la volta di Ghula Bilour, salvo per miracolo… Dobbiamo essere uniti nella lotta al terrorismo.
31তিন সপ্তাহ পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এই আক্রমণগুলো ছিল কঠোর হুশিয়ারি সংকেত।Questi attacchi gettano una lunga ombra sulle elezioni che si terranno tra tre settimane.
32তারা নির্বাচনগুলোর প্রকৃতিকে এর মধ্যেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে, অনেকেই এর মধ্যে বলতে শুরু করেছেন যে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এ মুহূর্তে কার্যতঃ অসম্ভব।Ne mettono in discussione anche la natura, difatti molti ritengono che in simili circostanze sia virtualmente impossibile avere delle elezioni libere e imparziali.
33পাকিস্তানী সাংবাদিক ও কলামিস্ট হুমা ইউসুফ ( @হুমাইউসুফ) টুইট করেনঃIl giornalista ed opinionista pakistano Huma Yusuf (@HumaYusuf) ha commentato su Twitter:
34@হুমাইউসুফ ঃযারা বলেন যে #পাকিস্তানে জঙ্গী একটা মূল সমস্যা; তাঁরা কি বলবেন যে এই সমস্যা এখনো নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে@HumaYusuf: A coloro che dicono che la militanza è un problema marginale in #Pakistan: lo è ancora quando arriva ad alterare i risultati elettorali?
35? #পাকভোট #এ এন পি #পেশোওয়ার#PakVotes #ANP #Peshawar
36১১ মে ২০১৩ তারিখে পাকিস্তান নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মত ক্ষমতার গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে যাচ্ছে।Le elezioni in Pakistan, la prima transazione democratica del potere nella storia politica del Paese, sono programmate per l'11 maggio 2013.