Sentence alignment for gv-ben-20130531-36697.xml (html) - gv-ita-20130603-80432.xml (html)

#benita
1ক্যাম্বোডিয়ার অন্ধকারের মানচিত্রCambogia: mappatura dei blackout
2নমপেন ভিত্তিক এক ক্রাউডসোর্সিং উদ্যোগ, নমপেন এবং ক্যাম্বোডিয়ার অন্যান্য এলাকায় নিয়মিত ভাবে বিদ্যুৎ না থাকার বিষয়টি নিয়ে এক মানচিত্র প্রস্তুত করেছে।Urban Voice, un'iniziativa crowdsourcing con sede a Phnom Penh, ha localizzato [en, come i link seguenti] i blackout che sono diventati frequenti nella capitale e in altre parti della Cambogia.
3আরবাব ভয়েস বিগত দুই মাস ধরে বিদ্যুৎ না থাকার ১১০ টি রিপোর্ট গ্রহণ করেছে, আর দেশটির কোন কোন অঞ্চলে দিনে দশ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকার মত ঘটনাও ঘটেছে।Negli ultimi due mesi, Urban Voice ha ricevuto più di 110 segnalazioni di interruzioni di corrente che, in alcuni quartieri, sono durate fino a 10 ore.
4২২ মে তারিখে দক্ষিণ ভিয়েতনামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় নমপেন একেবারে অন্ধকারে ডুবে যায়।Lo scorso 22 Maggio, un guasto alla linea elettrica nel sud del Vietnam ha lasciato Phnom Penh al buio.
5ক্যাম্বোডিয়ার ৪০ শতাংশ বিদ্যুৎ আসে ভিয়েতনাম থেকে। ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটনা দেশটির অনলাইনে জাতীয় বিদ্যুৎ পরিস্থিতির নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়।Il Vietnam fornisce alla Cambogia circa il 40 per cento della sua elettricità, e l'imponente blackout ha acceso un dibattito in rete sulla situazione energetica del paese.
6নাগরিকরা সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ না থাকার ঘটনার ব্যাখ্যা দাবি করেছে।I cittadini chiedono spiegazioni sui ricorrenti blackout degli ultimi mesi.
7সে দিন যদিও রাত আটটার সময় বিদ্যুৎ চলে আসে, তারপরেও নমপেনের বাসিন্দারা ছিল ক্ষুদ্ধ।Anche se l'elettricità è tornata alle 8 di sera circa, i residenti di Phnom Penh rimangono sconcertati.
8বিদ্যুতের এই আসা যাওয়ার স্থিরতা না থাকার কারণে তাদের এক সামাজিক-অর্থনৈতিক মূল্য প্রদান করতে হচ্ছে।Al massiccio blackout è seguito un mese di brusche interruzioni di corrente in città che hanno provocato costi socio-economici molto elevati a causa della loro imprevedibilità.
9ক্যাম্বোডিয়ার নমপেনে ব্লাকআউট মানচিত্র, ছবি আরবান ভয়েস-এর।Mappatura dei blackout a Phnom Penh, in Cambogia. Immagine tratta da Urban Voice
10আরবান ভয়েসে-এর মাই সোভান্না দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেকট্রিসিটে দু কম্বোজ-এর মানচিত্রের ফলাফল উপস্থাপন করেছে :My Sovann di Urban Voice ha sottoposto i risultati della mappatura a Electricité du Cambodge, il fornitore di energia elettrica del paese:
11এখানে এক কথায় বলা যায়, ঘটনাটি দেশে কেবল বিদ্যুৎ না থাকার বিষয় নয়, বিদ্যুতের আসা যাওয়ার বিষয়ে কোন ধারণা না থাকা।La questione più importante non è tanto il verificarsi dei blackout ma la loro imprevedibilità.
12কখন, কোথায়, এবং কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, সে সব বিষয়ে কোন ধারণা না থাকা? এতে ব্যবসায় সামাজিক-বাণিজ্যিক এক মূল্য যুক্ত করতে হচ্ছে।Non sapere quando, dove e per quanto tempo le interruzioni di corrente avranno luogo, impone costi socio-economici alle aziende, alle organizzazioni e agli individui.
13এই বিষয়টি খুব সহজেই উপেক্ষা করা যেত, যদি নমপেনের বাসিন্দারা জানতে পারত কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না, আর তা জেনে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত।Tutto ciò si potrebbe facilmente evitare se i cittadini di Phnom Penh sapessero quando aspettarsi i blackout perché potrebbero trovare soluzioni alternative.
14আরবান ভয়েস বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উল্লেখ করে কোন সময় কোন এলাকায় বিদ্যুৎ প্রদান বন্ধ রাখবে:Urban Voice sollecita la società a pubblicare l'elenco dei blackout previsti:
15এখানে ইলেকট্রিসিটে দু কম্বোজের (ইডিসি) প্রতি আমাদের বার্তা; কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা প্রকাশ করুন, অথবা আমাদের একটা উত্তম ব্যাখ্যা দিন কেন এই তালিকা প্রকাশ করা প্রায় এক “অসম্ভব” বিষয়।Questo è il nostro messaggio alla Electricité du Cambodge (EDC): Rendete noti i blackout o spiegateci perché divulgare un programma è apparentemente “impossibile” Immagine tratta da Urban Voice
16ছবি আরবান ভয়েস থেকে নেওয়ায়Queste sono alcune reazioni sui blackout in Cambogia apparse su Twitter:
17@ক্যারিজেয়ান্নেজ আমার ক্যাম্বোডিয় জীবনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আমি আমার বাসার ছাদে বসে আছি, যেখানে (সামান্য) মৃদু হাওয়া বইছে, টিকটিকির টিকটিক এবং ঝিঁঝিঁ পোকার ঝিঁ……ঝিঁ তান শুনছি।@CarrieJeanneJ Il più lungo blackout in Cambogia che ricordo. Sono seduta sul nostro tetto con una brezza (leggera), mentre ascolto i gechi e i grilli fare cri cri.
18@সি_ পানহাভিওন বৃষ্টি পড়ছে, নেমে আসুক ফোঁটায় ফোঁটায়, আর ধরণীকে শীতল করুক।@C_Panhavion e sta piovendo, speriamo che piova e rinfreschi la terra.
19এখন দারুন গরম, এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।Ultimamente maledico il caldo visto che di solito manca la corrente.
20@সোক্লাইয়া৫৪৩ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন।@Sokly543 Non c'è corrente.
21আমি এখন কোন কাজ করতে পারছি না।Adesso non posso fare niente.