# | ben | ita |
---|
1 | মায়ানমারঃ ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র | Myanmar: mappa interattiva delle prigioni |
2 | মায়ানমারের একটি ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র তৈরি করা হয়েছে ‘ বার্মার ভিডিও সাংবাদিকদের মুক্ত কর নামক প্রচারণায় সাহায্য করার জন্য। | Free Burma's Video Journalists [en, come gli altri link eccetto ove diversamente segnalato] è una campagna internazionale organizzata dall'emittente indipendente Voce democratica della Birmania che chiede la liberazione dei giornalisti imprigionati in Birmania per reati d'opinione. |
3 | এই মানচিত্র মায়ানমারের ৪৩টি কারাগারের অবস্থান চিহ্নিত করে এবং এদের সর্ম্পকে বিস্তারিত বর্ণনা প্রদান করে। | A sostegno di questa campagna, gli attivisti coinvolti hanno creato una mappa interattiva che mostra i centri di detenzione disseminati sul territorio del Paese. |
4 | বার্মাতে ৪৩ টি কারাগার এবং প্রায় ১০০-এর মত শ্রম শিবির রয়েছে। | Questa mappa non indica soltanto la posizione delle carceri, ma vi affianca anche una breve descrizione. |
5 | এই সমস্ত জেলের পরিবেশ খুবই জঘন্য- এখানকার বন্দীরা নিয়মিতভাবে কর্মকর্তাদের হাতে শারীরিক এবং মানসিক ভাবে নিগৃহীত হয়। | La Birmania (nota anche con il nome di Repubblica dell'Unione del Myanmar) ospita 43 prigioni e un centinaio di campi di lavoro forzato. Le condizioni di vita in questi penitenziari sono disumane. |
6 | এখানে ওষুধ দুষ্প্রাপ্য এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার বিষয়টি অতি এক সাধারণ ঘটনা। | Al sovraffollamento e alla scarsità di medicinali si sommano gli abusi fisici e verbali che i detenuti subiscono regolarmente da parte delle guardie carcerarie. |
7 | বেশিরভাগ রাজনৈতিক বন্দীদের রেঙ্গুনের ইনসেন নামক কারাগারে রাখা হয়েছে। | Gran parte dei prigionieri politici sono rinchiusi nel carcere Insein di Rangoon. |
8 | যদিও তাদের অনেককে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে শত শত মাইল দূরে দুর্গম এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা বৈরী পরিবেশ এবং ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য হয় । | Molti altri, invece, vengono condotti in stabilimenti isolati, a centinaia di chilometri dai centri abitati e dalle loro famiglie, dove sono costretti a combattere contro la malaria e condizioni meteorologiche avverse. |
9 | মায়ানমারের কারা মানচিত্র | Mappa delle carceri in Birmania |
10 | ইনসেন কুখ্যাতি অর্জন করেছে মায়ানমারের প্রখ্যাত সব রাজনৈতিক বন্দীদের কারণে, যাদের মুলত এই কারাগারে রাখা হয়। | |
11 | ইনসেন নামক কারাগারকে বার্মার “সবচেয়ে অন্ধকার অংশ” হিসেবে চিহ্নিত করা হয়। | Insein è noto per essere il carcere in cui il regime militare birmano detiene i prigionieri politici di maggior rilievo. |
12 | এটি বার্মার নীচের অংশের (দক্ষিণে) রেঙ্গুন জেলায় অবস্থিত। | Il carcere Insein è situato nella Divisione di Rangoon, nella regione meridionale di Myanmar. |
13 | এখানে প্রায় ৯০০০ থেকে ১০,০০০ বন্দী রয়েছে, যার মধ্যে ৩০০ জন রাজবন্দী। আর এতজন বন্দির জন্য মাত্র ৩ জন ডাক্তার রয়েছে। | Si è guadagnato il soprannome di “abisso più cupo della Birmania”, perché la reclusione in questa prigione di massima sicurezza equivale a una sentenza di morte. |
14 | এটা বার্মার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটা কারাগার, যেখানে অং সান সুকিকে বন্দী করে রাখা হয়েছিল। | In questo stabilimento, le cure mediche sono affidate soltanto a 3 medici, nonostante la popolazione carceraria oscilli tra i 9.000 e i 10.000 detenuti. Tra loro, più di 300 sono prigionieri politici. |
15 | ইনসেন নামক কারাগার | Il carcere Insein |
16 | ইনসেন কারাগারে যে ৩০০ রাজনৈতিক বন্দী আছে , সামান্য রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের অনেক দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড প্রদান করা হয়েছে। | I 300 prigionieri politici di Insein sono stati processati e condannati a lunghe pene detentive per aver partecipato ad attività politiche, seppure marginali. In Birmania persino il volantinaggio è un'attività giudicata sovversiva e, di conseguenza, punibile con la reclusione. |
17 | এখানে রাজনৈতিক কারাবন্দীদের মধ্যে ২২৫ জন বৌদ্ধ সন্ন্যাসী, ১১ জন সংসদ সদস্য, ১২ জন আইনজীবী, ৮ জন ডাক্তার, ১৫৭ জন নারী এবং প্রায় ৩০ জনের মত প্রচার মাধ্যম কর্মী রয়েছে। | A Insein, i ragazzi condannati per la distribuzione di volantini sono considerati dei prigionieri politici al pari di statisti di spicco, come il generale Hso Ten, presidente dello Shan State Peace Council, condannato a 106 anni di detenzione per alto tradimento. |
18 | বার্মায় ১৪ বছরের মত অল্প বয়স্কদের যেমন কারাদণ্ড প্রদান করা হয়, তেমনি প্রচারপত্র বিলি করার মত সামান্য অপরাধেও কারাদণ্ড প্রদান করা হয়। | Attualmente, tra i prigionieri politici detenuti a Insein vi sono 225 monaci, 11 deputati, 12 avvocati, 8 dottori, 157 donne e circa 30 giornalisti. |
19 | ভয়াবহ এক ষড়যন্ত্রের অভিযোগে শান স্টেটস পিস কাউন্সিলের চেয়ারম্যান সো তেনকে ১০৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে | Anche Aung San Suu Kyi, premio Nobel per la pace, è stata rinchiusa in questo carcere nel 1993, prima di ricevere gli arresti domiciliari. |
20 | এই ওয়েবে সাইটে একই সাথে প্রাক্তন রাজবন্দীদের সাক্ষ্য রয়েছে, যারা অত্যন্ত সাহসের সাথে তাদের কারা জীবনের অভিজ্ঞতা জানিয়েছে করেছে। | Il sito web di Free Burma VJ riporta alcune testimonianze di detenuti politici che hanno avuto il coraggio di raccontare le terribili esperienze vissute nelle carceri birmane. |
21 | ওআই মোয়ে ছিলেন এমন একজন বন্দী, যার উপর অত্যাচার করা হয়েছে। | Wai Moe parla delle torture che ha subito per anni da parte dei carcerieri: |
22 | একবার আমার পায়ে লোহার শিকল পড়িয়ে দেওয়া, এবং তারা সাত মাস পর্যন্ত তা আর খুলেনি। | Un giorno, hanno deciso di mettermi le catene alle caviglie e ho dovuto portarle per sette mesi, nonostante pesassero più di 10 chili. |
23 | এই শিকলের ওজন ছিল প্রায় ১০ কিলো, আর তা আমার শরীরে একটা অংশে পরিণত হয়েছিল। | Dopo tutto quel tempo, avevo la sensazione che fossero diventate parte del mio corpo. |
24 | অন্য সময়ে অনেককে কারাকক্ষের যে লোহার দরজা তা দিনে চার ঘণ্টা ধরে সাফ করতে হত। | A volte ci obbligavano a pulire le sbarre di ferro delle celle per quattro ore al giorno. |
25 | সকাল ৮-১০ টা এবং দুপুর ২-৪ টা পর্যন্ত তা সাফ করতে হত। | Altre volte, eravamo costretti a catturare le mosche con delle buste di plastica. |
26 | এটা ছিল শারীরিক এবং মানসিক অত্যাচার। কিন্তু যদি আপনি তা করতে অস্বীকার করেন, তাহলে আপনাকে প্রহার করা হবে। | Chi non ci riusciva o si rifiutava di eseguire gli ordini, veniva picchiato oppure messo in catene. |
27 | এখানে আরেকটি শাস্তি হল প্লাস্টিকের ব্যাগে করে মাছি ধরা, যদি আপনি তা ধরতে ব্যার্থ হন, তাহলে তারা আপনাকে প্রহার করবে এবং শিকলে বেঁধে রাখবে। | Si trattava di torture fisiche e mentali: i lavori erano inutili e degradanti, ma qualsiasi tipo di resistenza da parte dei prigionieri era punita con altre percosse. |
28 | ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা (ডিভিবি) নামক সংগঠনের ১৭ জন ভিডিও সাংবাদিক কারাগারে বন্দী। | |
29 | সম্প্রতিহ্লা হ্লা উইন নামের এক ভিডিও সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। | Attualmente sono 17 i giornalisti di Voce Democratica della Birmania detenuti nelle carceri birmane. |
30 | আমদানী/রপ্তানী আইনের মাধ্যমে তাকে আটক করা হয়, কারণ ভদ্রমহিলা যে মোটর সাইকেল ব্যবহার করছিল তার কোন নিবন্ধন ছিল না। | Una di loro è Hla Hla Win, arrestata con l'accusa di violazione dell'Import/Export Act per aver utilizzato una motocicletta non registrata. |
31 | এদিকে তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। | Condannata inizialmente a 7 anni di reclusione, ora deve scontare una pena di 20 anni. |
32 | প্রথমে তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়, এই দণ্ডের শুরুর প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাক্রমে সে স্বীকার করে নেয় যে সে ডিভিএ-এর এক সাংবাদিক। | |
33 | ২০ ডিসেম্বর ২০০৯-এ ইলেকট্রনিক্স আইনে তার শাস্তির মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়। | Durante gli interrogatori subiti nella prima settimana di detenzione, Hla Hla Win ha ammesso di essere una cronista di DVB. |
34 | এই আইনের মাধ্যমে দেশটির সামরিক সরকারের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষতিকর বিবেচনা করা হয় ইন্টারনেট থেকে এমন ডাটা উঠানো (আপলোড) বা নেট থেকে (ডাউনলোড) করা নিষিদ্ধ। প্রায়শই ভিডিও সাংবাদিকদের বন্দী করার জন্য শাসকেরা এই আইন ব্যবহার করে। | Il 20 dicembre 2009 la sua condanna è stata aumentata a 20 anni per la violazione dell'Electronics Act, una legge che proibisce il download e l'upload di file considerati dannosi per la sicurezza del regime militare. |
35 | তাকে আরো ২০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে কোন আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হয়নি। | È questa la strategia usata dal regime per incarcerare i giornalisti, processandoli senza offrire loro alcuna assistenza legale. |
36 | এক বিক্ষোভ কর্মসূচি যা আগামী সপ্তাহে থাইল্যান্ডের বার্মিজ দূতাবাসের সমানে অনুষ্ঠিত হবে, সেখানে তার মুক্তির দাবী জানানো হবে। | La settimana prossima si terrà un'azione di protesta davanti all'ambasciata birmana di Bangkok per chiedere la sua scarcerazione. |