# | ben | ita |
---|
1 | জিম্বাবুয়ে: আমার ব্লগ ব্লক করা হয়েছে | Zimbabwe: “Qualcuno mi sta bloccando il blog” |
2 | ২০শে মার্চ ২০০৯ শুক্রবার পৃথিবীতে শান্তি, ভালোবাসা আর সুখ আসুক নাম্নী জিম্বাবুয়ের একটি ব্লগকে ব্লক করা হয়। | Venerdì 20 marzo il blog zimbabwiano Peace, love & happiness unto the whole world [in] è stato bloccato. |
3 | ব্লগের লেখক ইউসেবিয়া এ সম্পর্কে একটা ছোট পোস্ট লেখেন এই বলে, ”আমার কোন ধারণা নেই কেন আমার ব্লগ ব্লক করা হলো… আমি কারো দ্বারা নিয়ন্ত্রণ বা চুপ করিয়ে দেওয়াতে অস্বীকার করি কারন মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত আমার অধিকার আমি জানি…” | L'autrice del blog, Eusebia, ne ha parlato in un breve post: “Non capisco per quale motivo il mio blog sia stato oscurato… non accetto di essere censurata o costretta al silenzio da nessuno perché so di avere il diritto umano alla libertà d'espressione…” |
4 | আরো তথ্যের জন্য তার সাথে যোগাযোগ করলে, আমরা জানতে পারি যে ‘কেউ' তার ব্লগ প্রায় দুই সপ্তাহ ধরে ব্লক করার চেষ্টা করছিল। | Dopo averla contattata per avere maggiori informazioni, siamo venuti a sapere che erano quasi due settimane che “qualcuno” stava cercando di impedirle l'accesso al blog. |
5 | এই সম্পর্কিত তার পোস্টের শিরোণাম হলো, কেউ আমার ব্লগ ব্লক করছে: | Qualcuno mi sta bloccando il blog [in], è il titolo del suo post: |
6 | কেউ আমার ব্লগ ব্লক করছে আর আমি এই পোস্ট দিচ্ছি শুধুমাত্র ওই ব্যক্তিকে দেখানোর জন্য যে আমি পারি এই ব্লক পার হয়ে আমার ব্লগে ঢুকতে আর আসলেই আমি যা চাই তা পোস্ট করতে। | Qualcuno sta tentanto di bloccarmi il blog e pubblico quest'articolo solo per far vedere a quella certa persona che posso aggirare il blocco e accedere al mio blog e pubblicare qualsiasi cosa voglia. |
7 | আমার কোন ধারণা নেই কেন আমার ব্লগ ব্লক করা হচ্ছে আর কারন যাই হোক তা আমাকে আরো দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে আরো বিতর্কিত আর খুঁচিয়ে দেয়ার মতো প্রতিবেদন লিখতে। | Non ho idea per quale motivo il mio blog venga attaccato, ma qualunque esso sia, mi ha resa ancora più determinata a pubblicare altri articoli controversi e provocatori. |
8 | আমি কারো দ্বারা নিয়ন্ত্রণ বা চুপ করিয়ে দেওয়াতে অস্বীকার করি কারন মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত আমার অধিকার সম্পর্কে আমি সচেতন আর আমি এটা পুরো মাত্রায় ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। | Non accetto di essere censurata o costretta al silenzio da nessuno perché conosco il mio diritto umano alla libertà d'espressione e sono ben decisa a esercitarlo pienamente. |
9 | তিনি কথা দিয়েছেন আরো বিতর্কিত প্রতিবেদন নিয়ে ফিরে আসারঃ | Eusebia ha promesso di rifarsi viva con nuovi articoli controversi: |
10 | একবার আমার হাতের কাজ শেষ হলেই আমার ব্লগে ফিরে আসব একটা বিতর্কিত প্রতিবেদন নিয়ে। | TORNERÒ AL MIO BLOG CON UN ARTICOLO POLEMICO QUANDO AVRÒ TERMINATO IL MIO LAVORO. |
11 | ২০০৭ সালে জিম্বাবুয়ের সরকার ৪১টি ওয়েবসাইটের একটি কালো তালিকা প্রস্তুত করেন, যার মধ্যে গ্লোবাল ভয়েসেসও ছিল। | Nel 2007 il governo dello Zimbabwe ha stilato una lista nera di 41 siti web [in], che comprendeva anche Global Voices. |
12 | একই বছরে যোগাযোগ নিয়ন্ত্রণ বিলকে আইন হিসাবে পাশ করা হয়। | Nello stesso anno è stata approvata la Legge sulle Intercettazioni delle Comunicazioni [in]. - |
13 | এই আইন সরকারকে অধিকার আর ক্ষমতা দেয় জিম্বাবুয়েতে পোস্টাল, টেলিফোন আর ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ করার। | |
14 | ***যেসকল ব্লগাররা সেন্সরশীপ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা গ্লোবাল ভয়েসেস এডভোকেসির সাহায্য নিতে পারেন, এটি গ্লোবাল ভয়েসেস অনলাইনের একটি প্রকল্প যা চেষ্টা করছে বিশ্বব্যাপী ব্লগার আর অনলাইন কর্মীদের জন্য সেন্সরশীপ বিরোধী একটি নেটওয়ার্ক তৈরি করতে। পুরো উন্নয়নশীল বিশ্ব জুড়ে যেটা মত প্রকাশের স্বাধীনতা আর অনলাইন তথ্যের অবাধ চলাচলের জন্য নিবেদিত। | ------ ** I blogger che hanno a che fare con problemi di censura possono trarre vantaggio da Global Voices Advocacy [in], progetto annesso a Global Voices, che aspira a costruire un network globale anticensura per blogger e attivisti online dei Paesi in via di sviluppo, a tutela della libertà d'espressione e del libero accesso alle informazioni online. |