Sentence alignment for gv-ben-20110206-15407.xml (html) - gv-ita-20110114-29486.xml (html)

#benita
1জাপান: নতুন ভূমিচিহ্ন “টোকিও গগণবৃক্ষ” বেড়ে উঠছেGiappone: la Tokyo Sky Tree cresce di giorno in giorno…
2টোকিওর ২০১১ সালের প্রথম দিনটি ছিল রৌদ্রকরোজ্জ্বল আর আকাশ ছিল নীল।Il 2011 a Tokyo è iniziato sotto un bel cielo azzurro, l'ideale per segnare l'inizio di un nuovo anno.
3একটা আনকোড়া নতুন বছরের দিনটি ছিল একদম নিখুঁত। প্রথা অনুযায়ী নতুন বছরের বন্ধের দিনে সৌভাগ্য সূচক কোনো কিছুর সাথে যুক্ত থাকাকে জাপানীরা শুভ মনে করে যেমন বিশেষ কোনো খাবার প্রতিটি উপকরণকে তাঁরা মানুষ যে ভালো গুণগুলোকে আয়ত্ত করতে চায় এবং তার সাথে অর্থবহ করে ভাবতে পছন্দ করে।I giapponesi sono soliti dare importanza, durante le festività di Capodanno, a ciò ritengono possa portare fortuna: ad esempio, preparare speciali pietanze in cui ciascun piatto e ingrediente ha un significato relativo ai buoni propositi che si vogliono mantenere, ammirare l'alba del primo giorno dell'anno per ricevere la benedizione dal sole, o pregare per il futuro in templi e santuari.
4নববর্ষের প্রথম দিনে সূর্যোদয়ের দৃশ্য দেখে তারা সুর্যের আশীর্বাদ গ্রহণের চেষ্টা করে এবং একটা ভালো বছরের জন্য মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে প্রার্থনা করে।
5এ বছর জাপানের নতুন “সৌভাগ্যের প্রতীক” কে জাপানী জনগণ উপভোগ করবে। এটা হলো টোকিও গগণ বৃক্ষ।Quest'anno i giapponesi sono rimasti conquistati da un nuovo “portafortuna”: la Tokyo Sky Tree [en].
6এ বৃক্ষ হল একটা সুউচ্চ ভবন যা উচ্চতায় ৬৩৪ মিটার হবে এবং ডিসেম্বর ২০১১ সালের মধ্যে বিশ্বের সবচাইতে উচু ভবনে পরিণত হবে।
7এ ভবনটির তিনটি ভূমিকা-প্রথমতঃ এটা টোকিওর পূর্বাঞ্চলের একটা ভূমি চিহ্নে পরিণত হবে এবং পর্যটনকে নাড়া দেবে।L' “albero” è una torre che raggiungerà i 634m d'altezza, diventando entro il prossimo dicembre la più alta torre al mondo.
8দ্বিতীয়ত: টেরিস্ট্রিয়াল ডিজিটাল ব্রডকাস্টিং পদ্ধতির নতুন এন্টেনা হবে এবং তৃতীয়তঃ দুর্যোগ প্রস্তুতি ও ত্রাণের ক্ষেত্রে উন্নত তথ্য কাঠামো গঠন হবে যা জাপানের মত বছরব্যাপী একাধিকবার ঘটে যাওয়া ভূমিকম্পের দেশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।La Sky Tree viene costruita con tre intenti: divenire il simbolo dell'area est di Tokyo e aumentarne l'afflusso turistico, fungere da antenna per il sistema di ricezione del digitale terrestre e, infine, consentire un miglior smistamento delle comunicazioni in caso di disastri, sia per la loro prevenzione che per le operazioni di soccorso, caratteristica fondamentale in un Paese in cui ogni anno si registrano frequenti terremoti.
9বর্তমানে ভবনটি ৫৩০ মিটার উচু এবং প্রতিদিনই এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। টোকিওবাসী এ বৃক্ষের “বেড়ে”ওঠা উপভোগ করে।Per ora la torre è alta 530m, ma continua a crescere di giorno in giorno, attirando a sé l'attenzione di tutti gli abitanti di Tokyo.
10এরপর দেখবে কিভাবে জনগণ এ বৃক্ষের যত্ন নেয়।Ecco di seguito come la gente va interessnadosi a questo “albero” tutto speciale:
11শুভ নববর্ষ!Buon anno!
12এটা হলো ২০১১ সালের টোকিও গগণবৃক্ষ।Ecco la “Tokyo Sky Tree” alle luci del primo giorno del 2011.
13এ বছরের প্রথম দিনটিতে আকাশে হালকা কিছু মেঘ থাকলেও দিনটি ছিল রৌদ্রকরোজ্জ্বল।Nonostante qualche piccola nuvola, l'anno è iniziato con il sole.
14এ দুটি ছবি “টোকিও গগণবৃক্ষের স্থির পর্যবেক্ষন কেন্দ্র”- নামের ব্লগ থেকে নেওয়া, ব্লগ লেখক শুরু থেকে প্রায় প্রতিদিনই নির্মাণ কাজের ছবিগুলো তুলেছেন।Queste due foto sono state prese dal blog “Punto d'osservazione fisso sulla Tokyo Sky Tree (東京スカイツリー定点観測所)” [jp, come gli altri link eccetto ove diversamente indicato], dove quasi ogni giorno, dall'inizio dei lavori, vengono caricate foto della torre.
15২৩ মার্চ ২০০৮-তারিখে তোলা টোকিও গগণবৃক্ষের স্থান।Ecco il cantiere della Tokyo Sky Tree il 23 Marzo 2008.
16তখনো ভবনটির নামকরণ করা হয়নি। গল্পে ফিরে যাই।Al momento il nome della torre non è ancora stato deciso.
17এ সুউচ্চ ভবনটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এ ভবন থেকে নববর্ষ উদযাপনকারী কিছু ব্লগার তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।Per tornare al ruolo di portafortuna della torre, ci occupiamo dei blogger che hanno scritto le riflessioni suscitate dall'osservazione della stessa il primo giorno dell'anno.
18এভাবে ব্লগার দানকাই-জিন বলেন:Il blogger di Dankai-jin scrive:
19দুপুরের দিকে আমি বারান্দায় দাড়িয়ে সুউচ্চ ভবনটির দিকে তাকাই, এ ভবনটিকেই আমি সকালে দেখেছিলাম।
20এই গগণবৃক্ষটি ছিল নির্মাণাধীন। আমি ভাবিনি যে আমি কখনো আমার বারান্দায় দাড়িয়ে গগণবৃক্ষ দেখতে পাবো।Sono uscito sul balcone verso mezzanotte e ho guardato la Sky Tree in costruzione, come avevo fatto anche al mattino.
21নববর্ষের প্রথম দিনে এটা ছিল আমার জন্যে সৌভাগ্য মূলক আবিষ্কার।
22বর্তমানে এটি ৫৩৯ মিটার উঁচু এবং এক বছরের মধ্যে এর উচ্চতা হবে ৬৩৪ মিটার যা হবে বিশ্বের সবচাইতে উঁচু টিভি টাওয়ার।
23আমার বারান্দা থেকে আমি এই চমৎকার কর্মযজ্ঞের পরিসমাপ্তি দেখতে পাবো। ইওকোহামান নিক্কি তাঁর অনুভূতি ব্যক্ত করেন এভাবে:Dato che non pensavo di riuscire a scorgerla anche dal balcone di casa mia, averla vista è stata una scoperta che mi porterà fortuna nel nuovo anno!
24শুভ নববর্ষ। আমাদের এই বদ্ধ সমাজে গগণবৃক্ষের বেড়ে ওঠা আমাদের নতুন স্বপ্ন দেখাবে ও আশার সঞ্চার করবে।Ad oggi è alta 539m, ma da qui a un anno aumenterà di 100m circa diventando la più alta torre per le telecomunicazioni al mondo.
25আমি আমার ব্লগে এ ছবিটিকে প্রথমে রেখেছি।Seguirò il completamento di questa grande struttura dal mio balcone.
26জাপানের বিখ্যাত মন্দির সেনসো-জি পরিদর্শনকারী টি.Anche il Yokohaman Nikki (Diario di Yokohaman) manda il suo augurio:
27এন. টি-শো বলে:Buon anno!
28সেনসো-জি মন্দিরে যাবার পথে আমি নতুন টোকিও ভবনকে অতিক্রম করি। গগণবৃক্ষ নামটির মতই নববর্ষের প্রথম দিনটিতে ঝলমলে আকাশের দিকে এই বিরাট নির্মাণ টি সোজা আকাশের দিকে উঠে গেছে।Dato che la Tokyo Sky Tree, ergendosi verso il cielo, dà speranza alla nostra statica società e le permette di sognare, ho deciso che la prima foto che metterò sul mio blog quest'anno sarà sua.
29সেনসো-জি মন্দিরের নিকট থেকে ভবনটি যখন দেখা যেতে শুরু করলো তখন থেকেই পর্যটকরা মন্দির থেকেই ভবনের ছবি তুলতে শুরু করলো।Lo stesso ha fatto T.N.T.-SHOW, che ha visitato il Sensō-ji [it], uno dei più famosi templi in Giappone:
30বলা হয়ে থাকে যে ভবনটির নকশা পাঁচতলা প্যাগোডার মত কিন্তু আসলে এটা সম্পূর্ণ আলাদা ধরণের।Stavo andando al Sensō-ji e sono passato davanti alla nuova torre di Tokyo.
31এক বছর আগে আমার কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন থেকে ভবনটিকে বর্তমান উচ্চতার অর্ধেক উচ্চতায় দেখা যেত।Come a tener fede al proprio nome, l'albero del cielo, il primo giorno dell'anno l'enorme costruzione si stagliava verso il cielo limpido.
32আকর্ষণীয় ও শক্তিশালী এ স্থাপনাটিকে দেখুন!Era possibile ammirarla anche dal Sensō-ji, e molti visitatori del tempio la fotografavano.
33জাপানী স্থাপত্য প্রকৌশলের এখনও আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে যদিও জাপানের ভবিষ্যত এখনো ধোঁয়াটে তবুও আমি মনে করি এ নতুন সুউচ্চ ভবনটি আশা জাগানিয়া।Si dice che la torre sia stata realizzata pensando alla struttura della pagoda dai 5 piani [it], anche se in realtà non ci assomiglia molto. Un anno fa ho visto la Tokyo Sky Tree dal treno mentre tornavo da lavoro, ed era alta la metà di adesso.
34পর্যটন ও গগণবৃক্ষE' gigantesca!
35ভবনটির সৌভাগ্য সূচক দিক ছাড়াও ব্যবসা-কেন্দ্রিক দিক রয়েছে।Le tecniche di architettura giapponesi hanno ancora molto da offrire!
36গগণবৃক্ষের এ নির্মাণ কাজকে কেন্দ্র করে কেউ কেউ চাচ্ছেন এর চারপাশের এলাকাকে নবজীবন দিতে।Anche se non è ancora chiaro cosa cosa accadrà in Giappone quest'anno, sento che la torre ci dia un senso di speranza.
37আগে এ এলাকা গায়ে গায়ে লাগানো মধ্য ও ক্ষুদ্র শিল্প উৎপাদন কারখানার শিল্পাঞ্চল ছিল।Il turismo e la Sky Tree Legato alla torre, oltre all'aspetto augurale, ce n'è uno economico.
38বর্তমানে এ ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো ধ্বংসপ্রাপ্ত।In particolare, la gente vorrebbe trarre il maggior vantaggio possibile dalla sua costruzione per rivitalizzare il quartiere in cui sorge.
39বর্তমানে এলাকাটি ধীরে ধীরে কর্মচঞ্চল পরিবেশ হারিয়ে ভুতের শহরে পরিণত হচ্ছে। বৃক্ষের মূল ভূমির মত সুউচ্চ ভবনটি অবশ্যই পর্যটন সম্পদ হিসেবে ব্যবহৃত হবে।In passato l'area era una zona industriale, con molte piccole-medie imprese una accanto all'altra; ora che queste sono in crisi, l'area sta gradualmente perdendo la sua atmosfera attiva, diventando una specie di quartiere fantasma.
40তারোবে মরিতা একটি নতুন ভাতের খাবারের পরিচয় করিয়েছেন।Ora che il quartiere ospita la Sky Tree, questa viene utilizzata come risorsa per il turismo della zona.
41সুমাইদা ওয়ার্ডের নিকটবর্তী রেস্টুরেন্ট সোবা কামিমুরা!Tarobe Morita ci descrive un nuovo piatto di riso:
42টিভি ও ম্যাগজিনে এ সময়ে বিখ্যাত সোবা কমিমুরা তে আমি গিয়েছিলাম “টাওয়ার বোল” খাওয়ার জন্য।
43তিনটি অতিকায় চিংড়ির টেম্পুরা এবং সবজী মিশ্রিত টেম্পুরা যা গগণবৃক্ষের মত দেখাচ্ছিল।Questa prelibatezza è il “Tower-don” del ristorante Soba Kamimura, nel quartiere Sumida, proprio vicino allo Sky Tree.
44এটা আসলে “গগণবৃক্ষ খাবার”। কিয়ামামা না জিকান একটি পারফে খেয়েছিলেন।Sono andata al Soba Kamimura, che ora è famoso perché ne parlano in tv e sui giornali, e ho assaggiato il “Tower-don “.
45হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে আসুন আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই।E' un mix di tre pezzi di gamberi e verdure in tempura [it] che ricordano la torre.
46মিষ্টি জাতীয় কিছু হলে ভালো হয়।E' questo il vero piatto della Sky Tree.
47তবু-বাশী সেতুর কাছে এ ক্যাফে টা কেমন?Kimama na Jikan ha assaggiato un semifreddo:
48“সাকুরা ক্যাফে মুকোঝিমা” - এর ভিতরে ওরা আইসক্রিম বিক্রি করে কিন্তু আরো যেন কিছু আছে…হ্যা বিখ্যাত “গগণবৃক্ষ পারফে (আইসক্রিম)”!Per prendersi una pausa quando si è stanchi di camminare e si vuole assaggiare qualcosa di dolce, l'ideale è il Sakura Cafe Mukohjima, vicino al ponte Tohbu-bashi.
49এমনভাবে দাড়িয়ে আছে যেন গগণ বৃক্ষ…ওয়াও অনেকেই ছবি তুলতে চাইছে। এ সুন্দর লম্বা পারফেটি ৬৩৪ মি.Dentro vendono tanti gelati, ma noi abbiamo scelto… sì, il famoso “Semifreddo Sky Tree”, dritto come la torre…Wow! erano tante le persone che gli scattavano una foto!
50মি. উচু আর সত্যিকারের ভবনটি ৬৩৪ মিটার উঁচু হতে যাচ্ছে।Questo semifreddo è alto 634 millimetri, un evidente richiamo alla torre, che sarà alta 634 metri.
51একবারেই প্রচলিত চাবির গোছা বা পোস্টকার্ড ছাড়াও এ সুউচ্চ ভবনকে প্রতীক হিসেবে ব্যবহার করে আরো অনেক সংগ্রহের বিষয়ের উদাহরন রয়েছে।
52এছাড়াও রয়েছে গগণবৃক্ষের ছেলেদের অন্তর্বাস এবং বিয়ার ক্যান যা গগণবৃক্ষের ছবিতে মোড়ানো এবং আরো অনেক কিছু দেখা যাবে টোকিও গগণবৃক্ষ ভক্ত ব্লগে।
53২০১১ সালের শেষের দিকে টোকিও গগণবৃক্ষের নির্মাণকাজ শেষ হবে।Ci sono altri esempi di merchandising della torre, compresi i più classici portachiavi e le cartoline.
54জাপান টোকিওর এই নতুন ভূমি চিহ্নের “জলের” প্রথম দিনটির প্রতীক্ষায় আছে।Ma ci sono anche boxer, lattine di birra con la foto della torre e molto altro, come mostra il blog dei fan della Tokyo Sky Tree.
55“জলের” অর্থ একেক মানুষের কাছে একেক রকম। কেউ এর ছবি তুলবে কেউ এর শীর্ষে আরোহন করবে আবার কেউবা এই গগণবৃক্ষকে কেন্দ্র করে নব উদ্যমে সংগ্রহ গড়ে তুলবে।Il completamento della Tokyo Sky Tree è previsto per la fine del 2011 e il Giappone è in attesa del giorno in cui ciascuno potrà “annaffiare” a suo modo il nuovo simbolo di Tokyo: chi scatterà delle foto, chi salirà in cima e chi inventerà, per celebrare il grande evento, un nuovo souvenir dello Sky Tree.
56সেই বিশেষ ঐতিহাসিক মুহুর্ত দিন দিন এগিয়ে আসছে!‍Questo momento speciale nella storia del Giappone si avvicina sempre di più!