Sentence alignment for gv-ben-20140227-41757.xml (html) - gv-ita-20140303-90466.xml (html)

#benita
1সৌরশক্তি ভারতীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলছেIndia: progetto di energia solare promette energia pulita e contadini felici
2ভারতের পন্ডিচেরির সোলার প্যানেল ব্যবস্থা।Batteria di pannelli solari a Auroville, Pondicherry, India.
3অমরেশ সুন্দরম কুপ্পুস্বামীর ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবি নেয়া হয়েছে।Immagine di Flickr di Amaresh Sundaram Kuppuswamy.
4সিসি বিওয়াই-এনসি-এসএ।CC BY-NC-SA
5বিশ্বে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা ৬২৮ মিলিয়ন। এর ২৯০ মিলিয়নই বসবাস করেন ভারতের গ্রামাঞ্চলে।Circa 628 milioni di persone nel mondo non hanno accesso all'energia elettrica e di questi 290 milioni abitano nelle campagne indiane [en, come i seguenti].
6সেজন্য বেশিরভাগ ভারতীয় কৃষক চাষাবাদের জন্য সেকেলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নলকূপ দিয়ে পানি সেচের ব্যবস্থা করেন।Qui, molti contadini devono affidarsi a reti di distribuzione obsolete o alimentate con combustibili fossili per alimentare le pompe che portano acqua per l'irrigazione.
7ভারতের সরকার জমিতে সেচের জন্য ডিজেল চালিত ২৬ মিলিয়ন গভীর নলকূপের পরিবর্তে সৌরশক্তি চালিত নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে।Il governo indiano punta ora a sostituire 26 milioni di pompe che attingono acqua dalle falde freatiche con sistemi di irrigazione più efficienti alimentati ad energia solare.
8আর এর ফলে বিদ্যুৎ এবং ডিজেলের পিছনে বছরে সরকারের যে ৬ বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি, তা বেঁচে যাবে। তাছাড়া দিন দিন যেভাবে কয়লার চাহিদা বাড়ছে, সেটাও লাঘব হবে।Questa scelta consentirebbe di risparmiare circa 6 miliardi di dollari all'anno di risorse statali a sostegno di elettricità e combustibili e contribuirebbe a smorzare la domanda crescente di carbone con il quale si coprono due terzi del fabbisogno energetico nazionale.
9সৌরশক্তির মাধ্যমে উত্পাদিত বিদ্যুতের অব্যবহৃত অংশ জাতীয় গ্রিডে যোগ করা হবে।Inoltre, l'energia solare inutilizzata dai singoli proprietari dei pannelli potrà essere riversata con profitto sulla rete nazionale.
10২০১৩ সালে ভারত তাদের সৌরশক্তি উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। বর্তমানে এর পরিমাণ ২.Nel 2013 l'India ha quasi raddoppiato la capacità produttiva di energia solare raggiungendo un totale di 2,18 gigawatt.
11১৮ গিগাওয়াট। ভারত তার জাতীয় সৌরশক্তি পরিকল্পনা নীতি- জহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ১০ গিগাওয়াট এবং ২০২২ সালের মধ্যে ২০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উত্পাদনের পরিকল্পনা নিয়েছে।Il progetto è installare impianti per 10 GW entro il 2017 e per 20 GW entro il 2022, attenendosi alla seconda parte della Jawaharlal Nehru National Solar Mission (JNNSM), il documento cardine della politica energetica indiana.
12তাছাড়া রাজস্থানের সাম্ভারে দেশের বৃহত্তম সৌর প্ল্যান্ট স্থাপনের জন্য বিশ্ব ব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের আবেদন করেছে।Inoltre, il paese sta esaminado l'ipotesi di richiedere alla Banca Mondiale un prestito di 500 milioni di dollari per costruire l'impianto di energia solare più grande del mondo (4GW) a Sambhar nello stato del Rajasthan.
13ইন্ডিয়ান পাবলিক সেক্টর ব্লগে ইয়াদভ কে সাম্ভারে ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্ল্যান্টের বিস্তারিত তুলে ধরেছেন:
14রাজস্থানের সাম্ভারের এই প্রজেক্টের জন্য ১৯ হাজার একর জমি অধিগ্রহণ করতে হবে।Nel blog dell'Indian Public Sector, Yadav K informa su alcuni particolari dell'impianto da 4GW di Sambhar:
15প্রথম ধাপে এতে ব্যয় হবে ৭ হাজার ৫০০ কোটি ভারতীয় টাকা।
16[…] সোলার পিভি পাওয়ার প্ল্যান্টের জন্য পিভি মডিউল ভিত্তিক ক্রিস্টালাইন সিলিকন প্রযুক্তি ব্যবহার করা হবে।Il progetto interesserà 7700 ettari di terreno a Sambhar in Rajasthan e richiederà nella prima fase un investimento di 75 miliardi di rupie.
17প্ল্যান্টের মেয়াদকাল হবে ২৫ বছর। এই প্ল্যান্ট থেকে প্রতি বছর ৬ হাজার ৪০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে।[…] L'impianto impiegherà cellule fotovoltaiche prodotte con silicone cristallino il cui ciclo di vita è 25 anni, fornendo 6.400 milioni di unità energetiche all'anno.
18তাছাড়া পরিবেশ-বান্ধব এই প্রজেক্ট প্রতি বছর ৪ মিলিয়ন টন কার্বন ড্রাইঅক্সাইড নির্গমন কমাবে।Il progetto contribuirà a ridurre annualmente le emissioni di biossido di carbonio di oltre 4 milioni di tonnellate.
19কেটি ফেহরেনবেচার প্রযুক্তি বিষয়ক ব্লগ গিগা ওমে লিখেছেন:Nel blog tecnologico Gigaom, Katie Fehrenbacher scrive:
20আরো বেশি যন্ত্র নেটওয়ার্ক এবং ইন্টারনেটে সংযোগ স্থাপন করতে পারবে- অন্তর্জালিক উপস্থিতিও বাড়বে - তারা আগের চেয়ে আরো বেশি করে সৌর শক্তির উৎস খুঁজবে।Con il cescente numero di dispositivi connessi alle reti e a Internet - ed ecco che nasce un'Internet delle Cose - sarà sempre più importante avere fonti energetiche autonome.
21বর্তমানে সৌরশক্তি সবচে' সস্তা এবং এটা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সরবরাহ করা যায়। […]Al momento l'energia solare è uno dei modi meno costosi e più flessibili per distribuire energia […]
22ভারত যদি এই পরিমাণ সৌরশক্তি চালিত নলকূপ স্থাপন করতে পারে, তাহলে একটি মাত্র দেশে এই ধরনের প্রযুক্তির সবচে' বড়ো ডেভলপমেন্ট বলে বিবেচিত হবে।
23ভারতের সরকারের এই উদ্যোগ সফল হলে, এটা শুধু গ্রিড বিদ্যুৎ এবং ব্যয়বহুল ডিজেলের ব্যবহার কমাবে না।Se l'India riesce a dotarsi del numero previsto di pompe idrauliche alimentate ad energia solare, si tratterebbe della maggior concentrazione in un singolo paese.
24এটা ক্ষতিকর কার্বণ নি:সরণ কমানোর পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচও কমিয়ে দেবে। সরকারের উদ্যোগ নিয়ে টুইটারে অনেকে টুইট করেছেন:Ridurre l'impiego dell'elettricità attinta dalla rete tradizionale e del costoso combustibile diesel, non solo abbatterrà le emissioni, ma potrebbe anche alleggerire il lavoro degli operatori tradizionali e contenere così i costi per i contadini.
25আগামী ৫ বছরে ১.Altre reazioni su Twitter:
26৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। ২ লাখ নলকূপ সৌরশক্তির আওতায় আসবে।$1,6 miliardi di investimento in 5 anni per alimentare a energia solare le prime 200.000 pompe e salvare l'obsoleta rete elettrica indiana http://t.co/qa3b5fH28P
27রক্ষা পাবে ভারতের পুরোনো গ্রিড।- Divyam Nagpal (@DivyamNagpal) 8 febbraio 2014
28ভারত বিশ্বের বৃহত্তম সোলার প্ল্যান্ট স্থাপন করছে।
29৭৭ বর্গকিলোমিটার আয়তনের এই প্ল্যান্টে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পন্ন হবে… চমত্কার খবর… কিন্তু কবে?L'India sta per costruire l'impianto fotovoltaico più grande del mondo, 4.000 MW, 770 000 km quadrati http://t.co/91LsPxZjIG Fantastico, ma quando accadrà?? Siamo orgogliosi di annunciarlo!
30এমন ঘোষণা শুনে খুশি হলাম।- Amit Paranjape (@aparanjape) 5 febbraio 2014
31ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সৌর বিদ্যুৎ উৎপাদন খরচ অর্ধেকে নেমে এসেছে।Il costo di produzione dell'energia solare in India si è ridotto della metà negli ultimi anni, toccando le 7,50 rupie al kW.
32প্রতি কিলোওয়াটের খরচ ৭.#1 #solar
33৫০ ভারতীয় টাকায় এসে দাঁড়িয়েছে।- Abdul Azeez (@abdulazeezsk) 8 febbraio 2014
34তবে দ্রুত অগ্রগতির জন্য বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন করা দরকার, যা আবার জৈব বিপর্যয়ের কারণ হতে পারে:Tuttavia, uno sviluppo così rapido richiede una produzione industriale di pannelli che rischia di causare un nuovo e grave rischio ecologico:
35ভারত এবং চীনের সোলার প্যানেল কারখানার আশেপাশের নদী এবং কৃষিজমিতে লক্ষ লক্ষ টন সিসা ফেলা হচ্ছে।Vengono scaricati milioni di tonnellate di piombo nei fiumi e nei terreni agricoli circostanti le fabbriche dove si producono pannelli solari in Cina e India,- Earth Debt (@DebtSlave7bn) 8 febbraio 2014
36ব্লগার এবং সৌরশক্তি বিশেষজ্ঞ, রীতেশ প্রধান মনে করেন, ভারত যদি সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, তাহলে এমন কিছু ইস্যু রয়েছে, ২০১৪ সালের মধ্যে তা সমাধান করা দরকার।Ritesh Pothan, blogger ed esperto di energia solare, ritiene che ci siano non pochi problemi da risolvere se l'India vuole veder progredire questo ambizioso progetto solare nell'anno in corso.
37ভারতের সৌরশক্তির উন্নয়ন সম্পর্কে আরো কিছু জানতে রিনিউয়েবল এনার্জি ইন্ডিয়া এবং সোলার পাওয়ার ইন্ডিয়া‘র ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।Per seguire l'evoluzione dei progetti energetici in India si possono consultare le pagine Facebook di Renewable Energy India e Solar Power India.