# | ben | ita |
---|
1 | ক্রোয়েশিয়া: পুলিশ জাগরেবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে | Croazia: cariche della polizia su manifestazione pacifica a Zagabria |
2 | ক্রোয়েশিয়ার পুলিশ আজকে (১৫ই জুলাই, ২০১০) জাগরেবের কেন্দ্রে সরকারী জমি দখলের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে এবং ১১জন বিপ্লবীকে গ্রেফতার করেছে। | Oggi la polizia croata ha interrotto una protesta pacifica contro la violazione di un'area pubblica nel centro di Zagabria ed arrestato almeno 11 attivisti civili. |
3 | #ভার্সাভস্কা নামক রাস্তার নামে টুইটার অ্যাকাউন্ট এই প্রতিবাদের সংবাদ এবং চিত্রের জন্যে প্রধান উৎস হয়ে দাঁড়ায় এর পরে। | Il feed su Twitter col nome della strada #Varsavska [en] è la fonte principale di informazioni e foto dirette. |
4 | সামাজিক সংগঠন রাইট টু দ্যা সিটি এবং গ্রীন অ্যাকশন ভার্সাভস্কা [= ওয়ারশ] রাস্তায় বাধা সৃষ্টি করে আসছে শহরের ঠিক মাঝখানের এই সরকারী যায়গা - একটি পায়ে চলার রাস্তা - ভেঙ্গে ফেলে একটি ব্যক্তিমালিকানাধীণ ‘লাইফস্টাইল সেন্টার' এর ভূগর্ভস্থ গ্যারেজের জন্যে প্রবেশ পথ বানানোর সিদ্ধান্তের প্রতিবাদে। | Era da mesi che le organizzazioni civili Right to the City [cro, come tutti gli altri link eccetto ove diversamente indicato] e Green Action stavano bloccando via Varšavska [Varsavia] al fine di impedire la demolizione di questo spazio pubblico, una zona pedonale, su cui si sarebbe dovuta costruire una rampa per il garage sotterraneo di un “lifestyle centre” privato proprio al centro di Zagabria. |
5 | হাজারো নাগরিক সমর্থন করেছে তাদের এই প্রতিবাদ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যা সেই বিতর্কিত স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। | La loro attività è stata appoggiata da migliaia di cittadini che hanno preso parte alle numerose manifestazioni di protesta e agli eventi culturali organizzati nello spazio pubblico reclamato. |
6 | আজ সকালে পুলিশ প্রতিবাদের নেতৃত্বদানকারীদের গ্রেফতার করেছে পায়ে চলা রাস্তায় থাকা গাছ গুলো কাটার সময় নির্মাণ কর্মীদের বাধা দেয়ার কারণে। | Questa mattina la polizia ha arrestato lo zoccolo duro dei manifestanti, per aprire la strada alle squadre di operai che avrebbero tagliato gli alberi “indesiderati” presenti nella zona pedonale. |
7 | প্রতিবাদে অংশ নেয়া টিমেডাক টুইট করেছেন [ক্রোয়েশিয়ান ভাষায়]: | Tmedak ha riferito via Twitter: |
8 | পুলিশ ভ্যান থেকে সংবাদ: ১১ জনকে গ্রেফতার করা হয়েছে মৃদু প্রতিবাদের জন্যে #ভার্সাভস্কা | Notizie dal furgone della polizia: 11 persone arrestate per resistenza passiva #Varsavska |
9 | তিনি একটি ছবিও পোস্ট করেছেন চড়াও হবার আগে পুলিশের শক্তি বর্ধনের। | Ha anche postato una foto della polizia alcuni istanti prima della carica. |
10 | অন্যান্য প্রতিবাদকারীরা ফোন, টুইটার, টুইটপিক এবং ওয়াইফ্রগের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সংবাদ জানিয়েছে। | Altri manifestanti e testimoni hanno usato i propri cellulari, Twitter, Twitpic e yFrog per diffondere informazioni ed immagini dirette dell'accaduto. |
11 | ক্রোয়েশিয়ার পুলিশ প্রতিবাদকারীদের উপর চড়াও হচ্ছেন। | La polizia croata sgombra i manifestanti. |
12 | ছবি মারিও মিকিচের সৌজন্যে। | Foto di Mario Mikic. |
13 | টুইটার ব্যবহারকারী টপসী এই প্রতিবাদের খবর দিয়েছেন ছবি তুলে তা প্রকাশ করে: | Sempre su Twitter, topssy ha documentato l'accaduto tramite diverse foto: |
14 | ইনফোপুন্কট ঘটনাস্থলে তোলা একটি ভিডিও ক্লিপ ইউটিউবে প্রকাশ করেছে: | Infopunkt ha pubblicato su YouTube questo video sull'arresto dei manifestanti: |
15 | টুইটার ব্যবহারকারী ক্রুনোভিডিচ এ ক্ষেত্রে বল প্রয়োগের কথা লিখেছে। | Su Twitter krunovidic riflette dell'uso selettivo della forza in questo caso: |
16 | [ক্রোয়েশিয়ান ভাষায়]: আমি আশা করি যে যখন কৃষকরা রাস্তা দখল করবে তখন যেন একই রকম আচরণ করে তারা এবং #ভার্সাভস্কার কর্মীদের সাথে যে বলপ্রদর্শন করেছে তা যেন করে। | Mi aspetto che la polizia faccia lo stesso con dei semplici contadini quando bloccheranno le strade la prossima volta, e che usino gli stessi metodi adottati col gruppo di #Varsavska |
17 | ম্যাসেডোনিয়ার ব্লগ আন্দ্রেই এই খবর আরও ছড়িয়েছেন এবং লাইভ ভিডিও ফিডের লিন্ক দিয়েছেন যা কিভাবে সাধারণ নাগরিকরা তাদের অধিকারের জন্যে লড়বে তার একটি উদাহরণ। | Anche il blogger macedone Andrej ha diffuso delle notizie [mkd] e un link a un video feed, ulteriore esempio di come i cittadini dovrebbero battersi per i propri diritti. |