# | ben | ita |
---|
1 | মেক্সিকো: মনার্ক নামের প্রজাপতির আমেরিকার এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা | Mexico: il lungo viaggio della farfalla <em>Monarca</em> lungo il continente americano |
2 | মেক্সিকো, যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং কানাডায় এক বিচিত্র ঘটনা ঘটতে দেখা যায়, যার মধ্য দিয়ে কেউ এক একজন ভাবতে পারে যে প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে। | Tra Messico, Stati Uniti e Canada ha luogo un fenomeno naturale unico che richiama alla mente di molti quanto può essere straordinaria madre natura. |
3 | এই অবিশ্বাস্য কাজটি করে মনার্ক (রাজকীয়) নামের এক প্রজাপতি। এই পতঙ্গটি একটি দেশ থেকে আরেকটি দেশে যাবার জন্য তিন থেকে চার প্রজন্ম অতিবাহিত করে। | Questa stupefacente azione eroica viene compiuta dalle farfalle monarca, insetti che abbracciano la vita di tre o quattro generazioni per migrare da un Paese all'altro. |
4 | মিরাপোসা মনারকা, ছবি ফ্লিকার ব্যবহারকারী গুস্তাভো (লু৭ফ্রার্ব), এবং এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। | Foto della farfalla Monarca di Gustavo (lu7frb) su Flickr, ripresa con licenza Creative Commons Nel blog Destinos Inolvidables [sp] viene descritta così: |
5 | ব্লগ ডেস্টিনোস ইনলোভিডাব্লেস [স্প্যানিশ ভাষায়](অবিশ্বাস্য গন্তব্য)-এ মনার্ক প্রজাপতি সম্বন্ধে এভাবে বর্ণনা করা হয়েছে: সৌন্দর্যের বাইরেও মনার্ক প্রজাপতি তার প্রতিরোধ ক্ষমতা এবং লম্বা সময় টিকে থাকার কারণে বিখ্যাত। | La farfalla monarca, al di là della sua bellezza, si caratterizza per la resistenza e longevità; mentre alcune altre specie di farfalla hanno un ciclo di vita di 24 giorni, una farfalla monarca può vivere fino a 9 mesi, ovvero 12 volte più a lungo. |
6 | যেখানে অন্য অনেক প্রজাপতির গড় আয়ু ২৪ দিন, সেখানে মনার্ক প্রজাপতি ৯ মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। এর মানে তারা সাধারণ প্রজাপতির চেয়ে ১২ গুণ বেশি আয়ুর অধিকারী। | Ogni anno alla fine di ottobre milioni di farfalle Monarca giungono in Messico nelle foreste del Michoacan e nello Stato del Messico, dopo aver volato per circa 4.000 km dal nord degli Stati Uniti e dal Canada. |
7 | প্রতি বছর অক্টোবর মাসের শেষে লক্ষ লক্ষ মনার্ক প্রজাপতি মেক্সিকোর মিকাওকান বনে এসে হাজির হয়। | Gli abitanti della regione e molti turisti vengono a osservare l'immenso numero di farfalle che si ritrovano nel bosco, in luoghi noti come “santuari”. |
8 | তবে এর জন্য তারা যুক্তরাষ্ট্রে ও কানাডার উত্তরাংশ থেকে প্রায় ৪০০০ কিলোমিটার পাড়ি দেয়। | Nel blog Tips de Viajero[sp] si racconta l'esperienza della visita a un santuario: |
9 | বনের ভেতরে আসা হাজার হাজার প্রজাপতিকে দেখতে এখানকার বাসিন্দা এবং পর্যটকরাও এখানে এসে হাজির হয়। এই এলাকাটি সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। | Un viaggio magnifico e assai faticoso, ma quando arrivi in cima, poter seguire il volo di milioni di farfalle attorno a te è un'emozione indescrivibile. |
10 | ব্লগ টিপস ডে ভিয়াজেরো [স্প্যানিশ ভাষায়] (ভ্রমণকারীদের জন্য কিছু পরামর্শ), এই সংরক্ষিত বনে প্রবেশের অভিজ্ঞতার কথা বর্ণনা করছে: | I bambini rimangono a bocca aperta e noi adulti recuperiamo la capacità di stupirci: senza dubbio la natura è saggia. |
11 | এটি এক অসাধারণ যাত্রা, ভীষণ ক্লান্তিকর, কিন্তু যখন আপনি চূড়ায় উঠবেন এবং দেখবেন লক্ষ লক্ষ প্রজাপতি আপনার চারপাশে উড়ছে, তখন ব্যাপারটি ঠিক বর্ণনা করতে পারবেন না। | |
12 | শিশুরা তখন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে, এবং প্রাপ্ত বয়স্করা তখন নতুন করে বিস্মিত হবার ক্ষমতা অর্জন করে, প্রকৃতি যে জ্ঞানী এতে কোন সন্দেহ নেই। | |
13 | ভিডিও ডেভিডডিজেসি৮৪ এর তোলা: | Ecco un video di DavidDJC84: |
14 | অনেক প্রাচীন সময় থেকে এই ঘটনা ঘটে আসছে। | Quest'evento risale a tempi antichissimi, come dimostrano diverse testimonianze di ammirazione. |
15 | এই প্রজাপতি সেই সময়ে মানুষদের মনেও যে বিস্ময়ের সৃষ্টি করেছিল তারও স্বাক্ষ্য রয়েছে। | Anche nei siti archeologici messicani sono state trovate sculture e dipinti di farfalle monarca. |
16 | এমনকি মেক্সিকোর প্রত্নতাত্ত্বিক এলাকা, ভাস্কর্য এবং ছবিতে মনার্ক প্রজাপতির উপস্থিতি লক্ষ্য করা যায়। | Purtroppo, a causa della deforestazione e dei bruschi cambiamenti climatici, diventa sempre più difficile sopravviere per queste farfalle. |
17 | তবে বেদনাদায়ক বিষয় হচ্ছে বন উজাড় করে ফেলা এবং ভয়াবহ পরিবেশ পরিবর্তনের কারণে প্রজাপতিগুলোর পক্ষে এখন টিকে থাকাই কঠিন হয়ে এসেছে। | |
18 | এল ইউনির্ভাসাল সংবাদপত্রের সংবাদ অনুসারে এ বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে রা স্যাংঙ্কচুয়ারিও পিয়েড্রা হেরাডা [স্প্যানিশ ভাষায়] নামের জাতীয় সংরক্ষিত এক এলাকায় ৩০ শতাংশ প্রজাপতি মারা যায়। | Secondo il quotidiano El Universal [sp] all'inizio di febbraio, in uno dei santuari nazionali più importanti, il Santuario Piedra Herrada [sp], sono morte il 30% delle farfalle monarca, a causa di una terribile ondata di freddo che ha colpito la regione. |
19 | সেই অঞ্চলে তৈরি হওয়া এক প্রবল শীতে এ সব প্রজাপতি মারা যায়। | Ciò nonostante questo fenomeno migratorio è forte e continua ancora oggi. |
20 | তবে এখনো প্রজাপতিদের এই অভিবাসন যাত্রা চালু রয়েছে। মেক্সিকোর অন্যতম এক উৎসবের নাম হচ্ছে ডিয়া ডে মুয়েরটস (মৃত্যুর দিন) । | Una delle festività messicane più caratteristiche è El día de los Muertos [in], quando vengono commemorati i propri cari defunti. |
21 | এই দিনটিকে মেক্সিকোর বাসিন্দারা তাদের মৃত প্রিয় মানুষদের স্মরণ করে। | Una minoranza indigena, la gente Mazahua, crede che l'arrivo delle farfalle monarca, ogni anno a ottobre, rappresenti l'anima dei morti. |
22 | এটি স্থানীয় আদিবাসীদের এক সংস্কৃতি। | Credono anche che le farfalle siano portatrici dei messaggi degli dei alla terra. |
23 | মাজাহুয়া জনগোষ্ঠী এই উৎসব পালন করে। | Sul blog Rojo Mariposa [sp] viene ricordata questa credenza: |
24 | তারা বিশ্বাস করে প্রতিবছর অক্টোবরে আসা মনার্ক প্রজাপতি তাদের জনগোষ্ঠীর মৃত মানুষের আত্মার প্রতিনিধিত্ব করে। | |
25 | একই সাথে তারা বিশ্বাস করে এই সমস্ত প্রজাপতি ঈশ্বরের কাছ থেকে পৃথিবীর মানুষের জন্য এক বাণী বয়ে আনে। ব্লগ রোজা মারিপোসা [স্প্যানিশ ভাষায়] (লাল প্রজাপতি) এই ঘটনার কথা উল্লেখ করেছে: | Inoltre viene considerata un essere magico nel mio paese, perché arriva nel periodo della festa del Giorno dei morti quando, secondo la tradizione, arrivano anche le anime dei defunti. |
26 | এটাকে আমার দেশে যাদুকরী এক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, কারণ ঐতিহ্যগতভাবে যে দিনটিকে মৃত্যুর দিন হিসেবে বিবেচনা করা হয়, সেই দিনে তারা এসে হাজির হয়। | |
27 | তাদের সাথে মৃত মানুষদের আত্মাও এসে হাজির হয়। | Adesso capite perché sono così affascinato da questa meraviglia? |
28 | এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি প্রকৃতির এই বিস্ময়কর ঘটনার প্রতি এত মুগ্ধ? | |