# | ben | ita |
---|
1 | লিবিয়া: মুক্ত জাতি হিসেবে জেতা প্রথম ফুটবল ম্যাচ | Libia: prima vittoria a calcio come nazione libera |
2 | এই প্রবন্ধটি লিবিয়া গণজাগরণ-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতার বাছাই পর্বে লিবিয়া ১-০ গোলে মোজাম্বিককে পরাজিত করেছে। | Sabato 3 settembre la Libia ha battuto il Mozambico per 1 a 0 nella partita valida per le qualificazioni alla Coppa D'Africa 2012: la prima vittoria dalla caduta del regime di Muhammar Gheddafi. |
3 | মুয়াম্মার গাদ্দাফির শাসনের পতনের পর লিবিয়ার, কোন ফুটবল খেলায় এটাই প্রথম জয়। | Twitter è stato travolto da un'ondata di gioia, mentre la gente assaporava la prima vittoria per una Libia libera. |
4 | মুক্ত লিবিয়া যখন প্রথম কোন খেলায় জয়ের স্বাদ লাভ করল, তখন সেই ঘটনায় টুইটার গুঞ্জনে ভরে গেছে। | Ibn Omar, un cittadino libico, riassume in un tweet i propri sentimenti: @IbnOmar2005 [en, come gli altri link eccetto ove diversamente indicato]: FINE DEL GIOCO! |
5 | @ইবনেওমর২০০৫: খেলা খতম! # এক মুক্ত জাতি হিসেবে লিবিয়া প্রথম কোন খেলায় জয়লাভ করল! | LA #LIBYA (LIBIA) HA VINTO LA SUA PRIMA PARTITA DA NAZIONE LIBERA! |
6 | খেলা চলার সময়, মিশরে ফুটবল খেলা ইসমাইল জামরিল, যিনি চেঞ্জইনলিবিয়ার পেছনে কাজ করেছিলেন, তিনি আমাদের গাদ্দাফির সময়ে ফুটবলের উপর আরোপ করা এক কুখ্যাত আইনের কথা স্মরণ করিয়ে দেন: | Nel corso della partita, giocata in Egitto, Israel Zmirli - questo il nome del tweep che si cela dietro a ChangeInLibya - ci ricorda le draconiane regole imposte al calcio durante l'era di Gheddafi: |
7 | @চেঞ্জইনলিবিয়া:আমি বিশ্বাস করতে পারছি না যে আমি লিবিয়া টিভির ধারাভাষ্যকারদের মুখে ফুটবল খেলোয়াড়দের নাম শুনতে পাচ্ছি-যা গাদ্দফির সময় যা উচ্চারণ করা শতভাগ অবৈধ ছিল#লিবিয়া | @ChangeInLibya: non posso credere che un commentatore della TV libica stia chiamando i giocatori per nome- era illegale al 100% nella Libia di Gheddafi! lol #libya |
8 | এছাড়া তিনি আমাদের স্মরণ করিয়ে দেন : | Poi prosegue ricordando: |
9 | @চেঞ্জইনলিবিয়া : লিবিয়ার যে সব ফুটবলাররা আজ মোজাম্বিকের যে দলটিকে পরাজিত করেছে, তাদের বেশীর ভাগই মাত্র সপ্তাহখানেক আগে গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে ছিল#লিবিয়া | @ChangeInLibya: la maggior parte dei giocatori libici che oggi hanno battuto il Mozambico, soltanto una settimana fa combattevano in prima linea contro le forze di Gheddafi #libya |
10 | ইবনে ওমর, ত্রিপলিতে খেলা দেখছে এ রকম একটি লিবীয় পরিবারের ছবিটি আমাদের প্রদর্শন করেছে: | Ibn Omar condivide questa foto di una famiglia libica riunita a Tripoli per guardare la partita: |
11 | @ইবনেওমর ২০০৫: #লিবীয় পরিবার #ত্রিপলিতে খেলা দেখছে। | @IbnOmar2005: Una famiglia #Libyan (libica) guarda la partita a Tripoli. |
12 | সেই পরিবারের যদি আমি এক সদস্য হতাম, তাহলে আমি বেশ কয়েকবার স্ক্রিনশট নিয়ে রাখতাম, দারুণ ব্যাপার (হাসি)yfrog.com/nybqosj | Se fossi stato al posto loro, credo che in alcuni momenti avrei addirittura sparato allo schermo! lol yfrog.com/nybqosj |
13 | ত্রিপলির এক পরিবার খেলা দেখছে | Tripoli: una famiglia guarda la partita |
14 | এই জয়ের ফলে ত্রিপলি জুড়ে তা উদযাপন করার জন্য গুলি ছোঁড়া হয় এবং সারা লিবিয়া জুড়ে নানা ভাবে তা উদযাপন করা হয়। | L'intero Paese è stato scosso dai festeggiamenti e dagli spari “a festa” con cui la gente ha celebrato la vittoria. |
15 | লিবিয়া-হোররা সংবাদ প্রদান করছে: | Libya-Horra riporta: |
16 | @ লিবিয়া_হোররা : এইমাত্র #ত্রিপলিতে বাস করা এক বন্ধুকে ফোন করেছিলাম, সে বলল যে এই শহর এখন উদযাপনের জোয়ারে ভাসছে, সকল প্রকার উদযাপন, যার ভেতর বন্দুকের গুলি ছোঁড়াও রয়েছে। এতে আপনি হয়ত ভাবতে পারেন যে আবার বুঝি লড়াই শুরু হল। | @libya_Horra: ho appena sentito un amico da #Tripoli, dice che la città è sottosopra per i festeggiamenti, spari di ogni tipo celebrano la vittoria, sembra quasi che sia ricominciata la guerra! |
17 | আক্রাম, যিনি ত্রিপলি থেকে ফ্লাইংবার্ডস নামে টুইট করে থাকে, সে উল্লেখ করেছে: | Akram, che usa Twitter da Tripoli con il nome di flyingbirdies, nota: |
18 | @ফ্লাইংবার্ডস: এখন আমাদের আতশবাজির প্রয়োজন। দয়া করে আর বন্দুকের গুলি ছুঁড়ে উদযাপন করবেন না #লিবিয়া #ফুটবল | @flyingbirdies: ora abbiamo bisogno di fuochi d'artificio, basta con gli spari celebrativi, vi prego :( #Libya #football |
19 | বেনগাজিতেও উদযাপনের সংবাদ পাওয়া গেছে, যেখান থেকে কেলভিন ব্রাউন টুইট করেছে: | Festeggiamenti anche a Benghazi, da cui Kelvin Brown scrive: |
20 | @কেলভিনব্রাউননিউজ: লিবিয়ার ফুটবল দল যখন কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতার বাছাই পর্বে মোজাম্বিকের বিরুদ্ধে জয়লাভ করেছে, তখন বেনগাজি যেন উন্মাদ হয়ে গেছে। | @kelvinbrownnews: la gente a Benghazi è impazzita di gioia per la vittoria della Libia sul Mozambico nella partita di qualificazione alla Coppa D'Africa. |
21 | ত্রিস্তান রেডম্যান নামক আল জাজিরা ইংলিশ টিভি চ্যানেলের সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছে: | Tristan Redman, reporter di Al Jazeera English, conferma: |
22 | @ত্রিস্তানএজেই: কায়রোতে অনুষ্ঠিত খেলায় #লিবিয়া জেতার ফলে বেনগাজি উন্মত্ত হয়ে গেছে। | @TristanAJE: Benghazi è letteralmente impazzita dopo la vittoria della squadra #libya (libica) al Cairo. |
23 | যদি আপনি আজ রাতে বাইরে যেতে চান, তাহলে মাথায় হেলমেট পড়ে বের হবেন। চারপাশে প্রচুর গুলি ছোঁড়া হচ্ছে। | Se stasera avete intenzione di uscire mettetevi un elmetto: pioveranno proiettili! |
24 | সেপ্টিমিনাস-সেভার বলেছেন যে এমনকি গাদ্দাফিও, ত্রিপলির এই উৎসবের মজা না নিয়ে যেতে চাইছেন না, এবং সে এই ছবিটি পোস্ট করেছে: | Secondo Septimius-sever, che ha condiviso questa foto, persino Gheddafi non si sarebbe perso i festeggiamenti a Tripoli: |
25 | লিবিয়ার নাগরিকরা গাদ্দাফির সাথে লিবীয় ফুটবলে জয় উদযাপন করছে। | Cittadini libici assistono alla vittoria della nazionale libica insieme a Gheddafi |
26 | এদিকে, শাবাব লিবিয়া, যা কিনা লিবিয়ার যুব আন্দোলনের টুইটার একাউন্ট, সেখানে ইতোমধ্যে দ্বিতীয় জয়ের পরিকল্পনা করা হচ্ছে। | Nel frattempo, Shabab Libya, l'account Twitter del Movimento dei Giovani per la Libia, sta già pianificando la prossima vittoria: |
27 | @শাবাবলিবিয়া: ২০১২ সালে অনুষ্ঠিতব্য আফ্রিকান কাপ অফ নেশনসের চূড়ান্ত পর্বে খেলতে হলে এখন লিবিয়াকে অবশ্যই জাম্বিয়াকে পরাজিত করতে হবে। # | @ShababLibya: per assicurarsi un posto nella Coppa d'Africa 2012, il mese prossimo la Libia dovrà battere lo Zambia. #Libya |
28 | em> এই প্রবন্ধটি লিবিয়া গণজাগরণ-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | |