# | ben | ita |
---|
1 | যুক্তরাষ্ট্র: বনে তীর্থযাত্রা | USA: pellegrinaggio continuo sulle orme di <em>Into the wild</em> |
2 | আগস্টের ২৪ তারিখে, দুই তরুণ পথচারী, যাদের একজন আমেরিকান, যার বয়স ১৯ বছর ও অপরজন এক চীন বংশদ্ভূত নাগরিক যার বয়স ২১ বছর, স্টামপেডের দুর্গম পথে হারিয়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। এই এলাকাটি আলাস্কার ফেয়ারব্যাঙ্কসের কাছে অবস্থিত। | Il 24 agosto, due giovani escursionisti, un americano di 19 anni e un cinese di 21 sono stati ritrovati, dopo essersi persi, [in] lungo il sentiero Stampede [in], vicino Fairbanks, Alaska. |
3 | যখন তাদের আবিষ্কার করা হয়, তখন তাদের পরনে ছিল শহুরে পোশাক এবং তাদের কাছে জীবন ধারনের জন্য সামান্য কিছু খাবার ছিল। | I poliziotti che li hanno trovati hanno detto che indossavano solo vestiti da città e avevano con sè poco cibo. |
4 | এ রকম প্রস্তুতি ছাড়া বন্য এবং মানব বসতিহীন কোন এলাকায় অভিযাত্রীকে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। | Non è la prima volta che in quest'area selvaggia e inospitale vengono trovati viaggiatori impreparati. |
5 | অন্যদের মতো তারাও ম্যাজিক বাস বা যাদুকরী বাসটিকে খুঁজে বের করা চেষ্টা করছিল,যা ১৯৯৬ সালে সবেচেয়ে বেশি হওয়া বিক্রি ইন টু দা ওয়াইল্ড বইয়ের অন্যতম প্রধান চরিত্র। | Come altri prima di loro, erano partiti per vedere il “Magic Bus”, uno dei due personaggi centrali del libro best-seller Into the Wild [it] (Nelle terre estreme) pubblicato nel 1996. |
6 | পরে এই বইটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয় যাতে সীন পেন অভিনয় করে। | Il testo è stato poi sceneggiato [it] da Sean Penn che ne anche diretto il film nel 2007. |
7 | ২০০৭ সালে তৈরি হওয়া এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সীন পেন নিজে। এই বইটির লেখক জোন ক্রাকাউয়ের, যিনি এই বইটি লিখেছেন ক্রিস্টোফার আলেকজান্ডার ম্যাকক্যান্ডেলের সত্য ঘটনা অনুসারে যে সুপারট্রাম্প নাম গ্রহণ করেছিল। | Il libro di Jon Krakauer [it] racconta la storia vera di Christopher “Alexander Supertramp” McCandless, giovane laureato che si era lasciato alle spalle amici e famiglia per intraprendere un'odissea sulle strade americane per approdare poi all'obiettivo finale: l'Alaska. |
8 | সে ছিল বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক পর্বের এক ছাত্র। সে যুক্তরাষ্ট্রের পথে বেরিয়ে পড়ে তার বন্ধু ও পরিবারকে পেছনে ফেলে। | Dove è stato trovato morto nel 1992 in un autobus pubblico abbandonato, trasformato e utilizzato come rifugio dai cacciatori. |
9 | এই পথ তাকে তার দুর্ভাগ্যজনক লক্ষ্যের পথে ঠেলে দেয়, আলাস্কার পথে। সেখানে ১৯৯২ সালে তাকে এক বাসে আবিষ্কার করা হয় মৃত অবস্থায়। | Ci sono ancora dubbi riguardo l'effettiva causa della sua morte [in], possibilmente causata dalla fame, da un avvelenamento o da una ferita, rendendo così più misteriosa la vicenda. |
10 | সেই বাসটি এক সময় জনসাধারণকে পরিবহন করত, পরে তা স্থানীয় শিকারীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়। | Christopher McCandless davanti al “Magic Bus” (foto trovata nella sua macchina fotografica) In pellegrinaggio verso il bus |
11 | তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে, অনাহারে মারা যাওয়া থেকে বিষ শরীরে প্রবেশ করা অথবা এমন এক ক্ষত যা ঘটনাটিকে রহস্যাবৃত করে ফেলে। | L'amante dell'avventura e blogger Dan di The road chose me, descrive [in] le difficoltà che ha incontrato nel raggiungere il luogo dove morì McCandless. |
12 | ম্যাজিক বাসের সামনে ক্রিস্টোফার ম্যাকক্যান্ডেলস (ছবি তার নিজের ক্যামেরায় তোলা) কানাডার স্টার নিউজপেপারে মতে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ১০০ মতো লোক তীর্থ হিসেবে ম্যাকক্যান্ডেলের পদাঙ্ক অনুসরণ করে। | Ho incontrato due fantastici personaggi austriaci, Thomas e (fate vibrare la ‘R') Roland lungo l'autostrada Dalton e ci sono voluti 10 secondi per convincerli ad unirsi a me nel viaggio verso ‘Il Bus'. |
13 | তাকে বিবেচনা করা হয় স্বাধীনতা ও প্রকৃতির কাছে ফিরে যাওয়া এক মানুষের প্রতীক হিসেবে। বাসের প্রতি তীর্থযাত্রা | Siamo riusciti a guidare per circa 12,5 miglia lungo la Stampede Road prima di dover lasciare i veicoli e continuare a piedi. |
14 | রোমাঞ্চের সন্ধানে বের হওয়া অভিযাত্রী ও ব্লগার ডান যার ব্লগ দা রোড চুজ মি। তিনি বর্ণনা করেন যে পথে গমন করে ম্যাকক্যান্ডেল মৃত্যু বরণ করেছে সেই পথের বিপদ সম্পর্কে। | La mattina successiva, nella prima ora mezza ci siamo ritrovati a camminare su un ottimo sentiero per moto a quattro ruote, abbiamo attraversato qualche piccola palude e un paio di fiumi con l'acqua fino al polpaccio, raggiungendo la riva del fiume Teklinika. |
15 | এই পথে আমি অস্ট্রিয়ার দুই বর্ণ ময়/ঠান্ডা চরিত্রের অধিকারি ব্যক্তি থমাস ও (আর-কে দীর্ঘ সময় ধরে উচ্চারণ করতে হবে) রোলান্ড, তাদের দেখা পেলাম ডালটন সড়কে এবং বাসটি দেখতে যাবার জন্য তাদের অনুরোধ করে এই বিষয়ে তাদের প্রভাবিত করতে ১০ সেকেন্ড সময় লেগেছে। | |
16 | আমরা স্টাম্পেডের রাস্তার উপর প্রায় ১২. ৫ মাইল গাড়ি চালাতে পারলাম, তারপর যানটিকে রাস্তায় রেখে পায়ে হেঁটে চললাম। | Qui hanno poi proseguito sulla sponda di fianco per trovare un posto dove attraversare il fiume. |
17 | পরের দিন দেড় ঘন্টা পায়ে হাঁটার পর আমরা সত্যিকারের এক সুন্দর পথ চিহ্ন পেলাম, যার উপর দিয়ে আমরা ভ্রমণ করতে শুরু করে দিলাম। | “Mi sono spaventato un bel pò quando l'acqua mi è arrivato a metà coscia e la corrente si è fatta davvero molto forte,” scrive Dan. Alla fine sono arrivati al “Fairbanks Bus 142″: |
18 | পথে কয়েকটা জলাভূমি, পায়ের পাতা ভিজে যায় এমন কয়েকটি অগভীর নদী পড়ল এবং তা আমাদের টেকলিনিকা নদীর কিনারে নিয়ে গেল। | Quando l'autobus 142 è apparso sul lato del sentiero, quasi dal nulla, sono rimasto abbastanza sorpreso […] in qualche modo non ero ancora pronto per essere già lì. |
19 | তারা নদীর স্রোতে বিস্মিত হল এবং একটা জায়গা আবিষ্কার করল যেখান দিয়ে নদী পার হওয়া যায়। | Mi sono fermato un momento sul ciglio dello spiazzo, poi ancora sulla porta dell'autobus, cercando di assorbire tutto. |
20 | যখন নদীর এক খানে উরু পর্যন্ত পানিতে ডুবে গেল, তখন আমি কিছুটা ভয় পেয়েছিলাম এবং তখন স্রোত সত্যিই জোরে ধাক্কা দিচ্ছিল,” ডান লিখেছে, ঘটনাক্রমে তারা ফেয়ারব্যাঙ্কস বাস ১৪২ এর কাছে পৌঁছায়”: | Anche se non c'ero mai stato prima, era tutto molto familiare - per via della descrizione nel libro, del film e anche dalle immagini viste online. |
21 | যখন এই পথের ধারে ১৪২ নম্বর বাসটি দৃশ্যমান হলো তখন এক আমার ভিতর থেকে আকস্মিক এক দীর্ঘশ্বাস বের হল […], কিন্তু সেখানে যাবার জন্য তখন প্রস্তুত ছিলাম না, আমি পরিষ্কার প্রান্তে এক মুহূর্ত থামলাম এবং এরপর ক্লান্ত শরীরে দরজার দিকে এগুলাম, সবকিছু যেন ভেতরে নেবার চেষ্টা করলাম, যদিও আমি এর আগে কখনো সেখানে প্রবেশ করি নি- কিন্তু সবকিছু আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল-বইয়ের বর্ণনা, চলচ্চিত্র এবং অনলাইনে আমি যে ছবি দেখেছি, সব কিছু ঠিক তার মতই। | |
22 | আমি মনে করেছিলাম যে ম্যাজিক বাস হবে এমন এক জায়গা যেখানে সময় কাটানো হবে বেদনার- কিন্তু বিস্ময়কর ভাবে আমি ঠিক এর উল্টোটাই আবিষ্কার করলাম। | Credevo che il Magic Bus fosse un posto tranquillo e triste dove passare il tempo - sono rimasto sorpreso di scoprire come invece fosse vero il contrario. |
23 | বাসের বর্ণনা | La profanazione del bus |
24 | দেখে মনে হচ্ছে কিছু ভ্রমণকারী এই সমাধিসৌধের প্রতি শ্রদ্ধা রাখে না। | Sembra che alcuni visitatori non rispettino questo ‘mausoleo'. |
25 | আলাস্কার ফেয়ারবাঙ্কসের ব্লগার এড প্লুম্বস বিষয়টি তার ব্লগ দি এ্যাডভেঞ্চারে বর্ণনা করেছেন, তিনি লিখেছেন: এই বাসে তার দ্বিতীয় ভ্রমণ সম্বন্ধে: | Il blogger Ed Plumb, da Fairbanks, ne parla sul proprio blog The Edventures. Ecco cosa scrive [in] dopo la sua seconda visita all'autobus: |
26 | অবশেষে আমরা বাসের কাছে এসে পৌঁছলাম এবং আবিষ্কার করলাম পুরো বাসটি এলোমেলো হয়ে আছে। | Così siamo arrivati al bus trovandolo in completo disordine. |
27 | কিছু জানালা ক্ষতবিক্ষত হয়ে আছে, ভাঙ্গা কাচের টুকরো এখানে সেখানে পরে আছে এবং বাসটির বেশীরভাগ জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে, বাসের ভেতরে ময়লা আবর্জনা ছড়িয়ে রয়েছে এবং এর কাছে কিছু ফার জাতীয় গাছ জন্মেছে। | Alcune finestre erano state rotte, il vetri sparsi in giro, e la maggior parte degli oggetti all'interno del bus erano stati spostati. C'era della spazzatura sparpagliata tutt'intorno e ai piedi degli abeti vicini. |
28 | এই বাস কেবল যে নির্ভীক রোমাঞ্চ সন্ধানী অভিযাত্রী অথবা যারা জীবনকে নিয়ে খেলা করে কেবল তাদেরই আকর্ষণ করে না, এই বাস চিত্রশিল্পী এবং ব্লগার হীদার হর্টনকে আকর্ষণ করেছে, ভদ্রমহিলা তার ওয়েবসাইটে এক চিত্রশিল্পের প্রদর্শন করেছেন এই বাস ভ্রমণের অনুপ্রেরণায়: | Ovviamente, l'autobus non attrae solo intrepidi avventurieri o vandali. La pittrice e blogger Heather Horton pubblica sul proprio sito [in] un dipinto ispirato dalla sua visita al bus: |
29 | ফেয়ারবাঙ্কাস বাস ১৪২, ছবি হীদার হর্টনের সৌজন্যে | “Fairbanks Bus 142″, foto di Heather Horton |
30 | যখন আমি এই চিত্র অঙ্কন করি তখন আমার মাথায় ছিল ক্রিস ম্যাকক্যান্ডেল এর কথা। যখন সে বাসে বাস করছিল সে সময় আমিও বাসের কাছে গিয়েছিলাম। | Pensavo a Chris McCandless mentre lavoravo a questo dipinto, così come quando sono andata davvero a vedere l'autobus. |
31 | সৌভাগ্যজনক ভাবে সে সময় কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আমার ভেতরে আবেগ এবং স্মৃতি বন্যার মত ফিরিয়ে এনেছে। | Fortunatamente ho scattato molte foto di riferimento che mi hanno aiutato a far riaffiorare le emozioni e i ricordi. |
32 | যে ১১৩ দিন সে বাসে কাটিয়েছে, আমি সে সময়কার কথা আমি ভাবছিলাম, সে কি ভেবেছিল, যে জানলা দিয়ে সে বাইরে দিকে তাকিয়েছিল, জানালার এক খণ্ডে তার যে প্রতিচ্ছবি পড়েছিল তার মধ্যে দিয়ে সে নিজের দিকে তাকিয়েছিল। | Ho pensato ai 113 giorni che ha passato sul bus, a cosa poteva pensare, le finestre attraverso cui guardava, i riflessi che vedeva dentro sè stesso e attraverso i pannelli di vetro. |
33 | এই পেইন্টিং-এ আমার নিজের যাত্রার শুরু, ঠিক সেখানে সে নিজের উপর শেষ পরীক্ষাটি করে, তার নিজের দুর্ভাগ্যজনক পথে, চূড়ান্ত যাত্রায় রওনা দেয়। | Questo dipinto è l'inizio del mio viaggio personale nell'esaminare il luogo in cui lui trascorse l'ultima, fatidica parte della sua odissea. |
34 | দুর্ভাগ্যজনক এই রকমের অসংখ্য অভিযান স্থানীয় সম্প্রদায়ের উপর এক চাপ সৃষ্টি করেছে, যখন এদের কারণে বাসিন্দাদের ব্যয়বহুল উদ্ধার অভিযান চালাতে হয়। | Purtroppo tutte queste spedizioni possono causare tensione nella comunità locale quando implicano costose missioni di soccorso. |
35 | ঘটনাক্রমে আলাস্কার লোকেরা আলোচনা করছে এক সময় তারা ম্যাজিক বাসটিকে সরিয়ে এমন এক জায়গায় নিয়ে আসবে যেখানে ভ্রমণকারীরা সহজেই যেতে পারে। | Di conseguenza, tra i locali si è parlato di spostare un giorno il “Magic Bus” [in] in un luogo dove possa essere raggiunto più facilmente da chi voglia visitarlo. |