# | ben | ita |
---|
1 | ইকুয়েডর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের ইকুয়েডর ভ্রমণ | Ecuador: molti ‘tweet’ per commentare la visita ufficiale di Hillary Clinton |
2 | যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত চার ঘন্টার একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। | Martedì scorso 8 giugno, per quattro ore il Segretario di Stato statunitense [en] Hillary Clinton è stata ospite illustre a Quito, la capitale dell'Ecuador. |
3 | মধ্যাহ্নে ইকুয়েডর সরকারের সদর দফতর কারন্দেলেত প্রাসাদে-এ ইকুয়েডরের রাষ্ট্রপতির এবং দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসংঘের (সাউথ আমেরিকান নেশন ইউনিয়ন বা ইউএনএএসইউআর) অস্থায়ী প্রধান রাফায়েল কররেয়ার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লিনটন সেখানে উপস্থিত হয়েছিলেন। | A mezzogiorno la Clinton è arrivata al Palazzo di Carondelet [en], quartier generale del governo ecuadoregno, per un incontro con il presidente della nazione e con il responsabile pro tempore dell'Unione delle Nazioni Sudamericane (UNASUR) Rafael Correa [it]. |
4 | হিলারি ক্লিনটন তার বার্তাতে জোরালো ভাবে বলেছেন, “একবিংশ শতাব্দীর সমস্যা সমাধান করতে যুক্তরাষ্ট্র ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গী হতে চায়। | Nel suo messaggio, la Clinton ha dichiarato in maniera eloquente: “Gli Stati Uniti vogliono agire di concerto con l'Ecuador e altri Paesi per risolvere i problemi del XXI secolo” [es]. |
5 | [স্প্যানিশ ভাষায়] | Nella Sala Gialla del palazzo Carondelet. |
6 | সংবাদিক সম্মেলনের সময় কারন্দেলেত প্রসাদের হলুদ কক্ষে হিলারী ক্লিনটন ও কাররেয়া। | Clinton e Correa durante la conferenza stampa. |
7 | ছবি প্রেসিডেন্সিয়া ডে লা রিপাবলিকা ডেল ইকুয়েডোরের। | Foto della Presidenza della Repubblica dell'Ecuador |
8 | মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের রাষ্ট্রদূত লুইস গালেগোস এক উদ্ধৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়], ক্লিনটন অভিবাসন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মত বিষয় আলোচনা করার জন্য কররেয়া এর সঙ্গে দেখা করেন [স্প্যানিশ ভাষায়]। | Clinton ha incontrato Correa per parlare delle problematiche sull'immigrazione, la cooperazione, il commercio e la sicurezza regionale, come ha specificato l'ambasciatore dell'Ecuador negli Stati Uniti Luis Gallegos [es]. |
9 | গালেগোস জোরাল ভাবে বলেছেন, তারা অভিবাসন নিয়ে আলোচনা করছে এবং সভায় আলোচনার বিষয় সূচিতে প্রথমেই ছিল তথাকথিত আরিজোনা আইনের গ্রহণযোগ্যতার বিষয়টি। | La discussione sull'immigrazione e sull'adozione della cosiddetta “Legge Arizona” è stata una priorità del programma, ha sottolineato Gallegos. |
10 | এক হিসাব অনুসারে ইকুয়েডরের আনুমানিক প্রায় ২ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে বাস করে; কাজেই অভিবাসন-সংক্রান্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ ইকুয়েডেরবাসীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। | Secondo le stime, circa due milioni di ecuadoregni vivono negli Stati Uniti e la questione dell'immigrazione rimane d'importanza fondamentale. |
11 | গালেগোস উপসংহারে বলেন, ইকুয়েডর এবং ল্যাটিন আমেরিকাকে (আমেরিকার স্প্যানিশ ও পর্তুগীজভাষী অংশ) বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের সাথে কথা বলার সময় আতঙ্কিত না হতে শিখতে হবে। | L'Ecuador e l'America Latina devono imparare a non lasciarsi prendere dal panico quando vengono coinvolte nel dialogo con le potenze mondiali, ha concluso Gallegos. |
12 | ৮ জুন কুউটোতে কি ঘটেছিল সিআরই ব্লগ [স্প্যানিশ ভাষায়] তার সার-সংক্ষেপ করেছে। | Il blog CRE [es] pubblica una sintesi degli avvenimenti svoltisi a Quito l'8 giugno. |
13 | বেশির ভাগ অংশের ক্ষেত্রে তারা বলছে যে, দুটি দেশ জানাচ্ছে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এক সাথে কাজ করার ব্যপারে একমত হয়েছে। | Per lo più riferiscono che entrambe le parti si sono accordate per lavorare insieme al fine di raggiungere gli obiettivi comuni. |
14 | কররেয়া বলেন. দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ঠিক, তারপরে সেগুলোর সমাধান করা গেছে; এর সাথে তিনি যোগ করেন তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন, যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, এবং অভিবাসন। | Correa ha sottolineato che i conflitti esistono, ma che sono stati tutti risolti; ha aggiunto che si sono accordati sui punti del programma, come ad esempio il rispetto per la democrazia, la lotta contro il traffico di droga e l'immigrazione. |
15 | এছাড়াও কররেয়া বর্ণনা করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই ভ্রমণের পর দুটি দেশ আরো বড় লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাবে। | Inoltre, Correa ha dichiarato che dopo questa visita i due Paesi lavoreranno insieme con maggiore entusiasmo. |
16 | টুইটার ব্যবহারকারীরা ক্লিন্টনের ইকুয়েডর পরিদর্শন সম্বন্ধে তাদের মতামত ব্যক্ত করেছে। | Gli utenti di Twitter hanno rilanciato varie impressioni in merito alla visita di Clinton in Ecuador. |
17 | পাবলো কজ্জোগিলিওর [স্প্যানিশ ভাষায়] (@কজ্জোগিলিও) মত কিছু ব্যবহারকারী বিস্মিত: | Alcuni, come Pablo Cozzaglio (@pablocozzaglio), si sono chiesti: |
18 | […]গ্রিঙ্গো (আমেরিকার নাগরিক) হঠাৎ ইকুয়েডরে কি খোঁজার চেষ্টা করছে? | […] Cosa stanno cercando i gringos, con quest'improvviso interesse per l'Ecuador? |
19 | অন্যদিকে, অ্যান্ডি মারতিনেয [স্প্যানিশ ভাষায়] (@এনড্রেস৭৮) বেশ আশাবাদী । | Dall'altra parte, Andy Martinez (@andrs78) si sente più ottimista. |
20 | সে টুইটার বলেছে: | E scrive: |
21 | হিলারি ক্লিনটন ইকুয়েডর-এ, হয়ত কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে? | Hillary Clinton in Ecuador …. magari è un segno del cambiamento? |
22 | উত্তর আমেরিকার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ক্লিনটন কিছু প্রস্তাব উথাপন করেছে। | Come leader nordamericano di primaria importanza, Clinton ha suscitato enormi aspettative. |
23 | তবে সকল ইকুয়েডরিয়ান তার পরিদর্শনে খুশি ছিল না। | Tuttavia, non tutti gli ecuadoregni sembrano apprezzarne la visita. |
24 | বামপন্থী একটিভিস্টদের একটি দল [স্প্যানিশ ভাষায়]কারন্দেলেত প্যালেস এর বাইরে প্রতিবাদ করেছে; তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এ আগমনে আপত্তি জানিয়েছিল এবং এমনকি তারা যুক্তরাষ্ট্রের একটি জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। | Un gruppo di attivisti di sinistra [es] ha protestato nell'area antistante il Palazzo Carondelet; hanno criticato la visita del Segretario di Stato americano e bruciato una bandiera statunitense. |
25 | বাধাদানকারীদের পপুলার ডেমেক্রেটিক মুভমেন্ট (এমপিডি) এবং ইকুয়েডরের মার্ক্সবাদীলেনিনপন্থী সাম্যবাদী দল (মার্ক্সসিষ্ট লেলিনিষ্ট কমিউনিস্ট পার্টি বা (পিসিএমএলই) সদস্য হিসেবে সনাক্ত করা হয়েছিল। | I dimostranti sono stati identificati come affiliati al Movimento Democratico Popolare (MPD) e al partito comunista ecuadoregno marxista leninista (PCMLE). |
26 | তারা চিহ্ন দেখিয়েছিল যে” বর্ণবাদী অভিবাসন আইন প্রত্যাহার করো“এবং “হিলারী ক্লিন্টন ইকুয়েডর ছাড় “। | Hanno esposto cartelli che dicevano: “Abbasso la legge razzista per l'immigrazione” e “H. |
27 | তবে টুইটার ব্যবহারকারী ভিসেন্তে আলভারাদো [স্পেনিশ ভাষায়] বিরোধীতাকারীদের সঙ্গে একমত নন। | Clinton via dall'Ecuador.” Tuttavia, l'utente di Twitter Vicente Alvarado si dissocia dai dimostranti. |
28 | তিনি তার একটি টুইটে উদ্ধৃতি করেন: | In un suo tweet si legge: |
29 | ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অগ্রগতি হচ্ছে… ক্লিনটনে সাথে বিরোধ তৈরির মাধ্যমে এমপিডি জনগণকে পিছনে ধরে রেখেছে। | L'Ecuador fa progressi nei rapporti con gli Stati Uniti … l'MPD danneggia il popolo protestando contro Clinton. |
30 | তারা কি জানে আমরা কি পরিমাণ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি? | Ma lo sanno quanto vendiamo agli Stati Uniti? Ignoranti. |