Sentence alignment for gv-ben-20130819-38148.xml (html) - gv-ita-20130822-83812.xml (html)

#benita
1#ইয়ভিয়াযোপারাঃ ল্যাটিন আমেরিকানদের ভ্রমণের কারণPerché si viaggia?
2ল্যাটিন আমেরিকানরা ভ্রমণ করতে ভালবাসেন।In America Latina se ne discute con #YoViajoPara
3তারা কাজের জন্য, মজা করার জন্য অথবা এমনকি ভালোবাসার জন্যও ভ্রমণ করতে পারেন - এছাড়াও রয়েছে এমন অসংখ্য কারণ।I Sudamericani amano viaggiare e la lista di ragioni che li spingono a spostarsi è infinita: viaggiano per divertimento, per lavoro o anche per amore.
4এই অঞ্চলে অনেক নিরাতঙ্ক পর্যটক আছেন। যেকোনো ভূখণ্ড বা জলবায়ু অন্বেষণ করার মত তাদের অনেকই যথেষ্ট সাহসী।In questa parte del mondo, ci sono numerosi intrepidi viaggiatori, molti dei quali dotati di coraggio sufficiente a esplorare qualsiasi tipo di ambiente o clima.
5#ইয়ভিয়াযোপারা (“আমি ভ্রমণ করতে চাই”, অথবা “আমি যে কারণে ভ্রমণ করি”) হ্যাশট্যাগ ব্যবহার করে ভ্রমণকারীরা অনলাইন আলোচনা শুরু করেছেন, যেখানে তারা ভ্রমণ সম্পর্কে উৎসাহী হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ কারণগুলোকে শেয়ার করেছেন।Usando l'hashtag #YoViajoPara (che in spagnolo significa sia “viaggio verso” che “viaggio per”), i netizen di vari Paesi dell'America Latina danno vita a una discussione online nella quale condividono le ragioni per cui il viaggio li appassiona.
6ওক্সাকায় ভ্রমণকারীরা।Viaggiatori a Oaxaca, Messico.
7ছবিঃ আন্দ্রে আরজাবা।Foto di Andrea Arzaba.
8মেক্সিকো থেকে মারিয়া বোয়া (@ _মারিয়াবোয়া) [স্প্যানিশ ভাষায়] কখন বিদেশে যেতে হয় তা শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন:Il messaggio di Maria Boa (@_mariaboa) [es, come gli altri link, salvo diversa indicazione], dal Messico, trasmette la sete di conoscenza che la contraddistingue durante i suoi viaggi all'estero:
9আমি বেঁচে থাকতে, স্বপ্ন দেখতে, অনুভব করতে এবং ভিন্ন পৃথিবী আবিষ্কারের নেশায় ভ্রমণ করি।Viaggio per vivere, sognare, sentire e scoprire altri mondi.
10প্রতি যাত্রায় একটি দু: সাহসিক অভিযান এবং সঙ্গে একটি নতুন দায়িত্ব, জ্ঞান #খুশিOgni viaggio è un'avventura che porta con sé nuove responsabilità, conoscenze.
11হন্দুরাসের টুইটার ব্যবহারকারী কুইনমেরিয়েলোস (@কুইনমেরিয়েলোস) [স্প্যানিশ ভাষায়] লিখেছিলেন, ভ্রমণের ক্ষেত্রে তার প্রিয় জিনিস হচ্ছে, বিভিন্ন খাদ্য ও পানীয় আবিষ্কার করা:#felicità Dall'Honduras, l'utente Queenmarielos (@queenmarielos) scrive che l'aspetto che dei suoi viaggi che preferisce è la scoperta di nuovi cibi e bevande:
12আমি বিশ্বের প্রত্যেক শহর ও দেশের বিভিন্ন খাবার খেতে এবং স্থানীয় পানীয় পান করতে ভ্রমণ করি।Viaggio per assaggiare diverse pietanze e provare le bevande locali di diverse città e Paesi
13কলম্বিয়া থেকে গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক জুলিয়ান ওর্তেগা মারটিনেজ (@জুলিয়ান_ওর্তেগামা_) [স্প্যানিশ ভাষায়] স্বীকার করেছেন, তিনি তার প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন:Il collaboratore di Global Voices Julián Ortega Martínez (@julian_ortegam_), colombiano, confessa di viaggiare per incontrare la persona amata:
14আমি আপনাকে দেখার স্বপ্ন পূরণের জন্যই ভ্রমণ করি।Viaggio per realizzare il sogno di vederti.
15গ্লোবাল ভয়েসেসের আরেকজন প্রদায়ক এলিজাবেথ রিভেরা (@এলিমাগুরে)[স্প্যানিশ ভাষায়] তার ভ্রমণের আগ্রহ সম্পর্কে লিখেছেন যে নতুন নতুন স্থান আবিষ্কারের জন্যই তিনি ভ্রমণ করেন:Per Elizabeth Rivera (@elimaguire), un'altra autrice di Global Voices, l'interesse per il viaggio nasce dalla scoperta di nuove località:
16আমি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে ভ্রমণ করি।Viaggio per entrare in contatto con il mondo.
17এই গ্রহের একই জায়গায় সবসময় থাকা খুবই আকর্ষণীয়।Questo pianeta è troppo interessante per restare fermi sempre nello stesso posto.
18মেক্সিকো থেকে ফ্রান্সিসকো ডিয়াজ (@ফ্রাঙ্ক_এফডিপি) [স্প্যানিশ ভাষায়] অন্যান্য সংস্কৃতির মানুষ কিভাবে বিশ্বকে বুঝতে পারে তা বোঝার জন্য ঘুরাঘুরিকে অনন্য উপায় হিসেবে বর্ণনা করেছেন:Il messicano Francisco Diaz (@Frank_FDP) descrive la sua passione per il viaggio come una maniera originale di scoprire in che modo persone di altre culture vedono la realtà:
19বিশ্বের লোকজন কীভাবে চিন্তা করে তা বুঝার চেষ্টা করতে আমি ভ্রমণ করি।Viaggio per cercare di capire come pensa il mondo.
20ব্রাজিলিয়ান টুইটার ব্যবহারকারী ট্রানসুনেট (@ট্রানসুনেট_বিএসবি) [পিটি] আরামের জায়গা খুঁজে পেতে তার বাসনা সম্পর্কে টুইট করেছেন:Dal Brasile, Transeunte (@transeunte_bsb) [pt] confessa il suo desiderio di uscire dalla sua zona di comfort:
21আমি প্রসঙ্গ পরিবর্তনের জন্য ভ্রমণ করি!Viaggio per cambiare il contesto!
22মেক্সিকো থেকে মারিয়ানা (@এমএস্পিনোজাই) [স্প্যানিশ ভাষায়] বলেন, তার সময় ব্যয় করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্রমণ করা:Mariana (@MEspinozaE) dal Messico dice che viaggiare per lei è il miglior passatempo:
23@লোলাম এটা আমার দিগন্ত প্রসারিত করতে এবং বক্সের বাইরে চিন্তা করতে সয়াহতা করে .. আমার সময় ব্যয় করার সেরা উপায়।@Lolawm [viaggiare] mi ha aiutato a espandere i miei orizzonti e a pensare fuori dagli schemi… è il miglior modo di investire il tempo a mia disposizione #Yoviajopara
24পানামা থেকে গ্লোবাল ভয়েসেসের প্রধান এবং প্রদায়ক মেলিসা ডেলিওন (@কুকিংডিভা) [স্প্যানিশ ভাষায়] লিখেছেন, তিনি মূলত কাজের জন্য ভ্রমণ করেন, কিন্তু পাশাপাশি স্থানীয় খাদ্য উপভোগ করতেও:Da Panama, Melissa DeLeon (@cookingdiva), chef e autrice di Global Voices, scrive che viaggia per lavoro ma anche per poter assaggiare il cibo delle località visitate:
25আমি খুব ছোটবেলা থেকেই ভ্রমণ করি। আজ আমাকে কাজের জন্য ভ্রমণ করতে হয়, কিন্তু আমি সবসময় সংস্কৃতি সম্পর্কে জানার ও স্থানীয় খাবার উপভোগ করার সুযোগ খুঁজি।Viaggio da quando ero molto piccola, ora mi sposto per lavoro ma, in un modo o nell'altro, mi concedo sempre il piacere di scoprire la cultura e la gastronomia locale
26আপনি কেন ভ্রমণ করবেন ?E voi perché viaggiate?
27#ইয়ভিয়াযোপারা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভ্রমণের গল্প, কারণ বা এ সম্পর্কে যাবতীয় চিন্তাধারা শেয়ার করুন।L'hashtag #YoViajoPara è a vostra disposizione per condividere le vostre storie, motivazioni o i vostri pensieri sull'argomento.