Sentence alignment for gv-ben-20131224-40833.xml (html) - gv-ita-20140204-90074.xml (html)

#benita
1উরুগুয়েতে “তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়” গড়ে উঠলো
2@পাইপোউরুগুয়ে টুইটারে ছবিটি শেয়ার করেছেন।L'Uruguay si trasforma nel “santuario delle balene e dei delfini”
3[এই পোস্টের সব লিংক স্প্যানিশ ভাষায়]
4সেপ্টেম্বর মাসে উরুগুয়ে ১৯.Foto condivisa dall'utente @PaipoUruguay su Twitter.
5১২৮ আইন গ্রহণ করেছে। আর এই আইনের ফলে দেশটির জলসীমা “তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়স্থল” হয়েছে।L'Uruguay ha adottato nel mese di settembre la legge 19.128 [es, come tutti i link seguenti], la quale dichiara “Santuario delle balene e dei delfini” le acqua di giurisdizione uruguaiana.
6এই আইন শুধু সমুদ্রসীমার জন্যই নয়, উরুগুয়ের অর্থনৈতিক জোনের জন্যও প্রযোজ্য হবে। এখানেও তিমি কিংবা ডলফিন শিকার, অনুসন্ধান কিংবা ধরা কোনোটাই করা যাবে না।Le legge ha applicazione solo nel mare territoriale e nella zona economica esclusivamente uruguaiana, e proibisce la caccia, la persecuzione, l'appropriazione, la pesca o sottomissione a qualsiasi processo di trasformazione di ogni parte del cetaceo.
7সব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আইনের মাধ্যমে জ্যান্ত তিমি এবং ডলফিন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।Inoltre include il divieto di trasporto e sbarco delle balene e dei delfini vivi, per le imbarcazioni nazionali quanto per quelle straniere, e prevede sanzioni per coloro che non la rispetteranno.
8তা উরুগুয়ের কিংবা বিদেশী পতাকাবাহী যে ধরনের জাহাজেই হোক না কেন।Fanno eccezione i casi di interesse sanitario e scientifico, supervisionati dalle autorità nazionali.
9যারা এই আইন মেনে চলবে না, তাদের জরিমানার বিধান রাখা হয়েছে।Inoltre, la legge comprende anche le molestie, le aggressioni o gli inconvenienti che possono provocare la morte dei cetacei.
10বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা কাজের জন্য এই আইনের বিধান শিথিল করা হয়েছে।La legge è stata approvata all'unanimità dal Parlamento e promulgata il 13 settembre dal presidente José Mujica.
11তবে সেটা যথাযথ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে। হয়রানি, আক্রান্ত এবং আক্রমণের ফলে তিমি কিংবা ডলফিন মারা গেলে এই আইনে ব্যবস্থা নেয়া যাবে।Questa legge andrà a rafforzare le politiche di conservazione già esistenti dell' Uruguay, messe in atto dal Ministero dell' agricoltura e della pesca (MGAP) e dalla Direzione Nazionale delle Risorse Acquatiche (DINARA).
12সংসদে সবাই আইনটি অনুমোদন দেন এবং সেপ্টেস্বরের ১৩ তারিখে রাষ্ট্রপতি জোসে মুজিকা অধ্যাদেশের মাধ্যমে এটিকে আইনে পরিণত করেন।Il direttore della DINARA, Daniel Gilardoni, ha detto alla Presidenza: “Nel nostro paese la minaccia più importante è la navigazione, molti degli spiaggiamenti sono dovuti a collisioni di navi con i cetacei “.
13নতুন এই আইনের ফলে উরুগুয়ের জাতীয় জলজ সম্পদ পরিদপ্তর এবং পশুসম্পদ, মত্স্য এবং কৃষি মন্ত্রণালয়ের পুরোনো সংরক্ষণ নীতি আরো শক্তিশালী হলো।
14জাতীয় জলজ সম্পদ পরিদপ্তর পরিচালক ড্যানিয়েল গিলার্ডনি সরকারের প্রকাশনা প্রেসিডেন্সিয়ায় ঘোষণা দিয়েছেন, “আমাদের দেশে সবচে' বড়ো হুমকি হলো সমুদ্র কুলে তিমি এবং ডলফিনের সাথে জাহাজের মধ্যেকার সংঘর্ষ”।
15উরুগুয়ের জলজ এলাকায় তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয়স্থল করার ফলে উরুগুয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে উরুগুয়ের তিমি ব্লগে মন্তব্য করা হয়েছে।Dichiarare santuario delle balene e dei delfini le acque uruguaiane avrà anche un beneficio economico, secondo quanto afferma l'articolo “Uruguay santuario de ballenas y delfines: Dejad que los cetáceos vengan a mí”, nel blog Balene in Uruguay.
16ব্লগের লেখাটির শিরোনাম হলো:“তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়স্থল উরুগুয়ে: তিমি এবং ডলফিনদের আমার কাছে আসতে দিন”।Da parte della popolazione sono arrivate opinioni favorevoli alla promulgazione della legge. Nei social network abbondano le dimostrazioni di apprezzamento per la trasformazione dell' Uruguay nel “Santuario delle balene e dei delfini”.
17এই আইন পাসের ফলে নেটিজেনরা খুশি হয়েছেন।Lo scorso anno, la volontaria Jana (@Piper_uy) contribuì alla campagna di promozione di questa legge, tramite Twitter:
18তারা আইনটির স্বপক্ষে মন্তব্য করেছেন।Clicca qui per sostenere la creazione di un santuario delle balene in Uruguay
19সোশ্যাল মিডিয়ায় অনেকেই “তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয়স্থল” গড়ে উরুগুয়ে নতুন স্ট্যাটাস পেয়েছে বলে জানিয়েছেন।Nello stesso anno, diversi gruppi studenteschi si sono mobilitati sotto il Parlamento nell'ottobre del 2012 per promuovere il progetto, secondo quanto informa su twitter la giornalista Lourdes Vitabar (@louvitabar):
20গত বছর টুইটার ব্যবহারকারী জানা (@Piper_uy) এই বিল পাসের স্বপক্ষে জনমত গড়তে টুইট করেছিলেন:Alle 9 gli studenti di Maldonato e Rocha (sponsorizzato da Paez Vilaró) stanno andando al Parlamento per promuovere il disegno di legge Santuario delle Balene.
21উরুগুয়েতে তিমিদের নিরাপদ আশ্রয় গড়ার প্রতি সমর্থন জানাতে ক্লিক করুন।Il deputato del Partito Nazionale per Rivera, Gerardo Amarilla (@GerardoAmarilla), anticipava l'esito del disegno di legge il 12 marzo dello stesso anno:
22সাংবাদিক লাউডেস ভিটাবার (@louvitabar) জানিয়েছেন, গত বছর অক্টোবর মাসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আইন পরিষদের সামনে জড়ো হয়েছিলেন:
23সকাল ৯টায় মালডোনাডো এবং রোচা থেকে স্কুলের শিক্ষার্থীরা আইন পরিষদের সামনে এসে জড়ো হয়েছিল তিমির নিরাপদ আশ্রয় বিলের পক্ষে প্রচারণা চালাতে।
24রিভেরা বিভাগের ন্যাশনাল পার্টির প্রতিনিধি জেরার্ডো আমারিলা(@GerardoAmarilla) এই বছরের মার্চে বিল পাস হওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানান:
25আজকে হাইজ অব রিপ্রেজেন্টেটিভে তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয় আইন পাস হয়েছে।Il santuario delle balene e dei delfini è stato approvato oggi nella camera dei deputati e passerà al senato dove potrà convertisi in legge.
26সিনেটে পাস হওয়ার পর এটি আইনে পরিণত হবে। অ্যানিমেলস উইথআউট হোম (@ASHcomUY) সেপ্টেম্বরে আইনটি পাস হওয়ার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন।E a tale proposito, l'associazione “Animali senza casa” (@ASHcomUY) nel festeggiare la notizia del provvedimento diventato legge a settembre, denunciava anche la morte di una balena spiaggiata nel dipartimento di Colonia:
27একই সময়ে কলোনিয়া জেলায় তিমি মারা যাওয়ার খবর শুনে দু:খ প্রকাশ করেন:Da una parte festeggiamo l'eccelente notizia della creazione di un santuario per le balene e dei delfini nella nostra…
28তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয় গড়ার চমত্কার খবর শুনে আমরা উচ্ছ্বাস করলাম… http://t.co/DTtyd0hXVQPer ulteriori informazioni sulla conservazione dell'ecosistema marino uruguaiano si pu seguire l'Organizzazione per la Conservazione dei Cetacei (OCC) su Facebook e Twitter.
29উরুগুয়ের সামুদ্রিক ইকোসিস্টেম সম্পর্কে আরো আলোচনা জানতে অর্গানাইজেশন ফর ক্যাটাশিয়ান (ওওসি) এর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট ফলো করতে পারেন।