# | ben | ita |
---|
1 | ভারতঃ পশ্চিমবঙ্গে ৩৪ বছরের কমিউনিস্ট শাসনের অবসান | India: dopo 34 anni, i comunisti perdono le elezioni nel Bengala Occidentale |
2 | আজ, ১৩ মে শুক্রবার, ২০১১ তারিখে ভারতের চতুর্থ বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক পরিবর্তন দেখা গেল। | Venerdì 13 maggio 2011 si è verificato un cambiamento radicale nel panorama politico del Bengala occidentale [it], quarto Stato indiano per popolosità. |
3 | রাজ্যের বিরোধী দল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির (টিএমসি) নেত্রী মমতা ব্যানার্জী সকল সংশয়কে ভুল প্রমাণিত করে ক্ষমতার দিকে এগিয়ে গেল, যার ফলে রাজ্যটিতে দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটতে যাচ্ছে। | Mamata Banerjee [it], leader del All India Trinamool Congress Party (TMC) [en, eccetto ove diversamente indicato], ha dimostrato a tutti gli scettici quanto fossero errate le loro previsioni: ha vinto le elezioni, ponendo fine a un'amministrazione comunista che durava da ben 34 anni. |
4 | চলতি রাজ্যসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর দল ২৭৪ আসনের মধ্যে ১৮৬ টি আসনে জয়লাভ করেছে। তার জোটের শরিক দলগুলোর সাথে মিলিতভাবে ২২৭ টি আসনে দখল করে এক সুনির্দিষ্ট, বিশাল জয়ের বার্তা ঘোষণা করছে। | Nell'ultima tornata elettorale il suo partito ha conquistato 186 seggi su 274 ma, grazie alle alleanze, ora ne controlla 227: una vittoria decisiva e schiacciante. |
5 | এর সাথে আরো যুক্ত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজয়, তিনি ১৬০০০ ভোটে পরাজিত হয়েছেন, এবং ফলাফল ঘোষনার পরপরই তিনি পদত্যাগ করে, জনতার রায়কে মেনে নিয়েছেন। | Persino il Primo Ministro Buddhadeb Bhattacharjee ha perso posto in Parlamento, e come segno di accettazione del “verdetto popolare” ha rassegnato subito le dimissioni a favore del candidato TMC, eletto con 16.000 voti. |
6 | দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পালা শেষে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। | Dopo un'attesa durata 13 lunghi anni, Mamata Banerjee è diventata la prima donna Primo Ministro del Bengala occidentale. |
7 | পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন ২০১১-এর ফলাফল লাভের পর এক তৃণমূল কর্মীর আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করছে। | Il segno di vittoria ostentato da un attivista del partito del Trinamool Congress dopo i risultati delle elezioni 2011 per il Parlamento del Bengala Occidentale. |
8 | ছবি অরিন্দম-দের, কপিরাইট ডেমোটিক্সের (১৩/৫/২০১১) | Immagine di Arindam Dey. Copyright Demotix (13/5/2011) |
9 | দুপুরের মধ্যে ভোটের ফলাফল সুস্পষ্ট হতে শুরু করে। | Per tutta la giornata, la città è parsa immersa nell'atmosfera tipica di un giorno di festa. |
10 | এতে দেখা যায় যে কমিউনিস্ট পার্টি কেবল পশ্চিমবঙ্গ নয়, তাদের অন্য আরেক ঘাঁটি কেরেলায় ক্ষমতা থেকে অপসারিত হতে যাচ্ছে। | Le strade sono rimaste deserte: la gente era incollata al televisore per seguire gli aggiornamenti minuto per minuto gli scrutini e le analisi sull'esito. |
11 | জনতার পছন্দ-পরিবর্তন। ছবি লেখিকার। | Tutto lo Stato era in fermento: “Ce la farà? |
12 | এই ঐতিহাসিক সংবাদে নেট নাগরিকরাও মুখরিত হয়ে উঠেছে। | Oppure no?” si mormorava anticipando il risultato delle elezioni. |
13 | এই ফলাফলের প্রেক্ষাপটে দ্রুত এবং অজস্র টুইট আসতে শুরু করে-কেউ কেউ এই বিজয়ে তাকে অভিনন্দন জানায়, এদিকে অন্যরা আশা করছে যে পরিবর্তন ভালোর দিকে যাবে এবং সুশাসন প্রতিষ্ঠা। | Già dal pomeriggio il quadro è sembrato chiaro. Il partito comunista è stato scalzato non soltanto dalla tradizionale roccaforte del Bengala Occidentale ma anche nello Stato di Kerala - un altro dei suoi baluardi. |
14 | তবে অনেকে এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। | IL CAMBIAMENTO - la scelta della popolazione. |
15 | @সোয়াতিগস: যারা কেবল একটি দলের শাসন দেখে এসেছে,বাংলার এমন এক প্রজন্মের কাছে তৃণমূলের এক ঐতিহাসিক বিজয়। | Foto scattata dall'autore In rete si susseguono i commenti per la storica notizia. |
16 | আমরা আশা করবো যে পরিবর্তন উন্নতির দিকে এগিয়ে যাবে। @ইন্ডিয়াইন: মমতা লাল দুর্গ তছনছ করে দিয়েছেন। | Si sprecano i tweet al riguardo - qualcuno si congratula, qualche altro spera che finalmente il cambiamento comporti un'azione positiva e di buon governo. |
17 | তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। | Altri esprimono preoccupazione al riguardo. |
18 | তিনি পশ্চিমবঙ্গের শাসন ভার গ্রহণ করতে যাচ্ছেন,যার ফলে তিনি হবেন এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী । | @swatigs: E' una vittoria storica per il TMC in Bengala per un'intera generazione, abituata da sempre a vedere al Governo un unico partito. |
19 | @ সুব্রত_কর: মমতা এবং তৃণমূলকে অভিনন্দন, পশ্চিম বাংলার জনতা এক আশা নিয়ে আপনাদের ভোট দিয়েছে, তাদের আশা হত করবেন না। | Speriamo che il ‘poriborton' (cambiamento) si trasformi in progresso. @IndiaIn: Mamata riduce in frantumi la cittadella rossa e diventa la prima donna Primo Ministro del Bengala Occidentale. |
20 | @ ফিরোজহক:মমতা ব্যানার্জীকে অভিনন্দন। | @subroto_kar: Congratulazioni a Mamata e al TMC. |
21 | আমরা পরিবর্তন চাই। আপনি তা দিয়েছেন। | La popolazione del Bengala vi ha votato con tanta speranza, non deludetela. |
22 | দিদিভাই আমরা আপনাকে ভালোবাসি#টিএমসি #বেঙ্গল | FirozeHoque: Congratulazioni Mamata Banarjee. |
23 | @ আররবিশঙ্কর৭: মমতা প্রায় ৩ দশক ধরে চলা বামফ্রন্ট রাজত্বের অবসান ঘটালেন। | Abbiamo voluto il cambiamento e tu ce l'hai dato, ti amo Didibhai. #TMC #bengal |
24 | ভারত-বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। | @rravishankar7: Mamata ha decimato la sinistra dopo quasi tre decenni. |
25 | #ডেমোক্রেসি#ওমেনপাওয়ার | L'India - la più grande democrazia del mondo. |
26 | @ রামেশসেইস:@দিনিউজআওয়ার-মমতা হচ্ছে পুরোপুরি পরিবর্তন আনার জন্য সেই প্রদেশের সেরা এক ব্যক্তি, যে প্রদেশ লম্বা সময় ধরে “আদি যুগের” ভাষায় কথা বলত। | #democracy, #womenpower @rameshsays: @thenewshour - Mamata è nella migliore posizione per dare vita a cambiamenti radicali in uno Stato che langue da molto tempo nell'”età della pietra” . |
27 | @ ঘোষশক্তিঃ সবুজ দলের কাছে অবশেষে লাল ভবনের পতন ঘটল। | @ghoshsaikat: Finalmente il palazzo Rosso è nelle mani del gruppo Verde. |
28 | কিন্তু প্রশ্ন হচ্ছে একটি প্রাদেশিক সরকার চালানোর মত প্রয়োজনীয় প্রশাসক তার দলে রয়েছে কি? | La domanda però è: il TMC avrà degli amministratori in grado di governare lo Stato? |
29 | @ স্টিভেন ওয়াটসন৫: মমতাকে অভিনন্দন। | @StevenWatson5: Congratulazioni a Mamata. |
30 | তবে তিনি এবং তার দলের সদস্য পূর্ণ মেয়াদে পশ্চিম বাংলার মত প্রদেশকে শাসন করতে পারবে কি, আমার সন্দেহ রয়েছে। . | Tuttavia, saranno lei e gli altri suoi compagni in grado di amministrare uno Stato come il Bengala Occidentale per tutta la durata del mandato? Ne dubito. |
31 | @ অজয়কুমার আজতক: পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন; মমতা কি জনতার প্রচণ্ড আশাকে পুরণ করতে পারবে। | @ajaykumaraajtak: Il problema più rilevante per il Bengala Occidentale: riuscirà Mamata a far fronte alle aspettative in forte crescita della gente? |
32 | বাংলা এতটাই বঞ্চিত যে, প্রথমেই মোহমুক্তি ঘটাতে হবে। | Il Bengala è così povero che temo presto subentrerà il disincanto. |
33 | এখন তৃণমুল দলীয় কর্মী এবং শরিক দল আর সমর্থকদের মাঝে আনন্দ এবং উদযাপন চলছে। | In strada si sono viste scene di giubilo e festeggiamenti che hanno coinvolto gli attivisti del partito TMC e i loro alleati e supporter. |
34 | বামদলের অফিসের মেজাজ বলে দিচ্ছে তাদের ক্ষেত্রে কাহিনী কি ঘটেছে। | Lo spirito che serpeggia negli uffici del partito di sinistra la dice lunga. |
35 | তৃণমূলের এক স্থানীয় অফিসের বাইরের দৃশ্য এবং এই দলটি সিপিআই (এম) নামক দলটিকে ক্ষমতা থেকে অপসারিত করেছে | Foto scattata davanti alla sede locale del TMC, la seconda ritrae l'esterno del CPI(M). Immagine dell'autore. |
36 | রেজোওয়ান-ও, এই পোস্টে অবদান রেখেছে। | Si ringrazia Rezwan per aver collaborato alla stesura del post. |