# | ben | ita |
---|
1 | ছবিতে গ্রীক বিরোধীদের বর্ণবাদ-বিরোধী প্রদর্শন | Grecia: anarchici in piazza contro il razzismo |
2 | এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন ইউরোপে সংকট এর অংশ। ২০১২ এর ১লা সেপ্টেম্বর, শনিবার, গ্রীসের এথেন্সের কেন্দ্রে একটি বর্ণবাদ-বিরোধী বিক্ষোভ যা মনাস্টারাকি চত্বর থেকে শুরু হয়েছিল। | Sabato primo settembre, una manifestazione antirazzista si è svolta nel centro di Atene, in Grecia, con partenza da Piazza Monastiraki [en]. |
3 | শত শত বিক্ষোভকারী, মূলত বিরোধীরা, চরমপন্থি গোল্ডেন ডন ও সরকারের থামাও-ও-খোঁজো কর্মসূচি ‘জেনিওস জিউস' [সাধারণত লোকজনদেরকে তাদের পরিচয়পত্র দ্বারা চিহ্নিত করে] দলের সদস্যদের দ্বারা অভিবাসীদের [el] বিরুদ্ধে সহিংসতা, এমনকি, হত্যা, আক্রমণ, এইচআইভি পজিটিভ পতিতাদের বিরুদ্ধে পুলিশের কর্মকাণ্ডের এইচআইভি পজিটিভ পতিতাদের বিরুদ্ধে পুলিশের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জড়ো হয়েছিল। | Centinaia di dimostranti, in maggioranza anarchici, si sono riuniti per denunciare le recenti aggressioni, alcune letali, contro i migranti [el] compiute dai membri del gruppo di estrema destra Alba Dorata. I manifestanti hanno protestato anche contro la gogna alla quale sono sottoposte le prostitute sieropositive ad opera della polizia [el], e l'operazione ‘Xeniuos Zeus' principalmente finalizzata ad arrestare [en] le persone di colore a causa delle irregolarità nei loro documenti di soggiorno. |
4 | মনাস্টারাকিতে বিক্ষোভকারীদের সমাবেশ। | I manifestanti in piazza Monastiraki. |
5 | ছবি লেখকের সৌজন্যে। | Foto dell'autore. |
6 | বিক্ষোভকারীরা ওমোনোয়া চত্বর ও এথিনাস স্ট্রীট থেকে আবার মনাস্টারাকিতে পৌছেছিল। | I manifestanti si sono spostati in Piazza Omonoia, passando per via Athinas, per ritornare nuovamente a Piazza Monastiraki. |
7 | দাঙ্গাবাজ পুলিশ তাদেরকে পেনেপিস্টিমিও স্ট্রীটে [যা গ্রীক সংসদে যাওয়ার রাস্তা] যাওয়া থেকে প্রতিরোধ করেছিল, যাহোক, কয়েকজন বিক্ষোভকারীর সাথে পুলিশের সামান্য বাগবিতণ্ডা ছাড়া আর কোন ঘটনা ঘটেনি। | Le unità anti-sommossa della polizia greca hanno impedito loro di continuare per via Panepistimiou, in direzione del Parlamento. Non si è verificato nessun incidente, fatta eccezione per degli scontri verbali tra qualche manifestante e alcuni agenti. |
8 | ওমোনোয়া চত্বরে বিক্ষোভকারীরা। | Manifestanti in Piazza Omonoia. |
9 | ছবি লেখকের সৌজন্যে। | Foto dell'autore. |
10 | বিক্ষোভকারীদের ব্যানারে লেখাঃ “ফ্যাসিবাদী ও পুলিশের দাঙ্গাকে রোধ করুন। | Uno striscione dei manifestanti: “Schiacciamo i fascisti e i pogrom della polizia. |
11 | স্থানীয় ও উদ্বাস্তুরা একত্রে লড়াই করুক”। | Greci e rifugiati lottano insieme”. |
12 | ছবি লেখকের সৌজন্যে। | Foto dell'autore. |
13 | পেনেপিস্টিমিও স্ট্রীটে বিক্ষোভকারীদের আটক। | I dimostranti bloccati su via Panepistimiou. |
14 | ছবি লেখকের সৌজন্যে। | Foto dell'autore. |
15 | সম্প্রতি বিভিন্ন মতবাদের বিভিন্ন দলে [el] কয়েকজন বিক্ষোভকারীকে দেখা গেছে। | Recentemente si sono svolte diverse manifestazioni, organizzate da gruppi e collettivi di differente ispirazione politica [el]. |
16 | নিচের ভিডিওতে, আপনি ২৪ আগস্ট এথেন্সে মূলত উদ্বাস্তু সমর্থিত বর্ণবাদ বিরোধী বিক্ষোভের কিছু দৃশ্য দেখতে পারবেনঃ | In questo video, si possono vedere le immagini della manifestazione antirazzista tenutasi ad Atene il 24 agosto, con la partecipazione di molti rifugiati. |
17 | গ্রীসের আরো জনগণ, তাদের রাজনীতি যাই হোক না কেন, তারা কেউই বর্ণবাদের সাথে অপরিচিত নয়। | Molte persone in Grecia, indipendentemente dal loro orientamento politico, non vogliono più rimanere indifferenti di fronte al razzismo. |
18 | ফ্যাসিবাদ এখন গ্রীসে একটি নিও-নাৎসি দল যারা সংসদে নির্বাচিত হয়েছে, তাদের দ্বারা সাংগঠনিক হয়ে গেছে। | Il fascismo in Grecia è ormai istituzionalizzato, dal momento che un partito neonazista è entrato in Parlamento [en]. |
19 | বৃদ্ধের তীব্র প্রতিবাদ। | Un anziano che protesta animatamente. |
20 | ছবি লেখকের সৌজন্যে। | Foto dell'autore. |
21 | গ্রীক সমাজ এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে বর্ণবাদ একটি হুমকি এবং একে অবশ্যই প্রতিহত করতে হবে। | La società greca si sta progressivamente rendendo conto che il razzismo è una minaccia con la quale bisogna confrontarsi. |