# | ben | ita |
---|
1 | থাইল্যান্ড: ব্যাংককের এক কারাগারের অভ্যন্তরে | Tailandia: blog apre uno squarcio sul famigerato carcere <em>Bangkok Kwang</em> |
2 | গ্যারি গ্রায়াম জোনস থাইল্যান্ডের ব্যাং কাওয়ান নামক কারাগারে বন্দি রয়েছে। | Gary Graeme Jones [in] è detenuto nel carcere Bang Kwang. |
3 | এই কারাগারকে ব্যাংকক হিলটন নামে ডাকা হয়। | Il famigerato Bangkok Hilton. |
4 | অনেক মানুষ এই কারাগারের নাম শুনেছে, কিন্তু তারা জানে না এই নামটি অনেকের কাছে রাতের এক দু:স্বপ্ন তৈরি করে। | Molti ne hanno sentito parlare ma non si rendono conto dell'incubo che ne evoca il nome. |
5 | গ্যারির সমর্থকরা একটা ব্লগ তৈরি করেছে, যেখানে গ্যারির কাছ থেকে পাওয়া চিঠি ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। | I sostenitori di Gary hanno creato un blog per pubblicarne lettere e altre notizie. |
6 | ব্যাং কাওয়াং কারাগার পুরুষদের জন্য নির্মিত এক কেন্দ্রীয় কারাগার, যেটি প্রচণ্ড ভাবে সুরক্ষিত। | Il Bang Kwang [in] si trova nella Tailandia centrale ed è un carcere di massima sicurezza per gli uomini. |
7 | এই কারাগারের অনেক বাসিন্দা বিদেশী। তারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। | Molti dei detenuti sono stranieri coinvolti nel commercio illegale di stupefacenti. |
8 | এখন প্রশ্ন হচ্ছে, গ্যারি কে? | Ma chi è Gary? |
9 | গ্যারি একজন বৃটিশ নাগরিক। সে এক থাই রমণীকে বিয়ে করেছে এবং চারটি সন্তান দত্তক নিয়েছে। | Gary è un cittadino britannico, sposato con una tailandese con cui ha quattro figli adottivi. |
10 | তার জন্ম ১৯৫০ সালে। ২. ৪ কিলোগ্রাম হিরোইন পাচারের দায়ে তার আজীবন কারাবাস হয়েছে। | È nato nel 1950 e sta scontando l'ergastolo per l'esportazione di 2,4 kg. di eroina. |
11 | ওয়েবসাইট তার সম্বন্ধে এইসব তথ্য জানাচ্ছে। | Questo riporta il suo sito web. |
12 | আমরা জানতে পেরেছি জেলখানায় বন্দীদের সাথে আচরণে গ্যারি একজন ষ্পষ্টভাষী মানুষ, সে বুদ্ধিমত্তা দিয়ে এবং সরাসরি সবার সাথে কথা বলে। | Abbiamo trovato Gary eloquente, intelligente ed estremamente esplicito riguardo il trattamento dei prigionieri, non solo nelle carceri tailandesi, ma in tutto il mondo. |
13 | গ্যারি কেবল থাইল্যান্ডের জেলে এই রকম আচরণ করে না, পৃথিবীর সব জায়গায় সে এ রকম ষ্পষ্টভাষী। | |
14 | আমরা যখন এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব, তখন আমরা গ্যারির দেওয়া বিভিন্ন তথ্য প্রকাশ করব, যা সে চিঠির মাধ্যমে জানিয়েছে; সেখানে তার সাথে থাকা বন্দীদের সম্বন্ধে বর্ণনা ও সম্ভব হলে ছবি দেওয়ার চেষ্টা করব এবং ধীরে ধীরে আমরা গ্যারি ও তাঁর জীবনের যে চিত্র পাব সেগুলোর বর্ণনা করব। | D'ora in poi pubblicheremo quanto Gary scrive nelle lettere, le descrizioni dei compagni di prigionia, le fotografie quando possibile e gradualmente ci faremo un'immagine di lui e della sua vita. |
15 | গ্যারির প্রিজন ব্লগে নিয়মিত লেখা থাকে না। | Il blog della prigione non viene aggiornato regolarmente. |
16 | বিভিন্ন সময় সেখানে লেখা জমা রাখা হয়। তবে ধীরে ধীরে এটা ব্যাং কাওয়াং জেলখানার ভেতরে কি ঘটে সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। | Ma di tanto in tanto fornisce informazioni importanti sulle condizioni dei prigionieri a Bang Kwang. |
17 | মূলধারার প্রচার মাধ্যম, সমাজের বিভিন্ন অংশ এবং জনতার মনোযোগ আকর্ষণের জন্য ব্লগের এই সমস্ত লেখা সাহায্য করবে, যার ফলে সেখানে থাকা বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। | Questi post sono stati utili per ottenere l'attenzione delle testate tradizionali, di gruppi della società civile e del pubblico, garantendo così i diritti fondamentali dei detenuti. |
18 | কয়েক মাস আগে এএইচ১এন১ (সোয়াইন ফ্লুর আরেক নাম) সংক্রমণের ভয় ছড়িয়ে পরার সময় গ্যারি সাংবাদিকদের মনোযোগ আকর্ষণ করে জানায় যে জেলে মৃদু এএইচ১এন১ ছড়িয়ে পড়েছে। | Durante i momenti di panico per la AH1N1 alcuni mesi fa, Gary ha informato i giornalisti dell'epidemia da AH1N1 [in] all'interno del carcere: |
19 | সংবাদ ছড়িয়ে পড়ে যে জেলখানার ভেতরে এইচ১এন১ (সোয়াইন ফ্লু) ছড়িয়ে পড়েছে এবং তা কিছু বন্দীর মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েছে। | Ci è giunta la notizia di un focolaio di AH1N1 (influenza suina) nel carcere, che ha causato delle vittime. |
20 | ১৩ জুলাই ২০০৯-এ, জেলখানার দুই বন্দি এই রোগে মারা যায়। একই সাথে এক কারারক্ষী এই রোগ মৃত্যু বরণ করে এবং আক্রান্ত দ্বিতীয় কারারক্ষীকে প্রচণ্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় (আশা করি এত দিনে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে)। | Dal 13 luglio a causa del virus sono morti 2 prigionieri, una guardia carceraria, e un'altra è ricoverata in ospedale in condizioni molto gravi (sperando che ora si sia ripreso). |
21 | এক সংবাদ আমার কাছে এসে পৌঁছেছে, থাইল্যান্ডের কারেকশন বা সংশোধন বিভাগ এক নির্দেশ জারী করেছে যে জেলের সকল কর্মী ও বন্দীদের মুখে মাস্ক বা মুখোশ পড়তে হবে (বিদেশী বন্দীদের এই মুখোশের জন্য ১০০ বাথ [থাইল্যান্ডের মুদ্রা] দিতে হবে)। | Mi è arrivata anche la notizia che il Dipartimento di Correzione tailandese ha emesso istruzioni secondo cui le maschere di protezione devono essere usate da tutto il personale e dai prigionieri (i carcerati non tailandesi devono pagare 100 Baht.) |
22 | এই প্রবন্ধটি অনেক ওয়েবসাইটে পুনরায় প্রকাশিত হয়েছে। | Questo articolo è stato ripreso da parecchi siti web. |
23 | এমনকি মূল ধারার সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে লিখেছে। | Anche i tradizionali giornalisti hanno segnalato la questione. |
24 | গ্যারি বলছেন, এই বিষয়টি কারা কর্তৃপক্ষকে বাধ্য করেছে জেলখানার বন্দিদের স্বাস্থ্যগত খাতে কিছু উন্নয়ন ঘটাতে, যা তাদের মধ্যে এএইচ১এন১ বিস্তার রোধে কাজ করেছে। | Gary ha detto che ciò ha contribuito a spingere i funzionari del carcere verso l'attuazione di riforme cruciali per la salute nelle strutture carcerarie, per bloccare la diffusione del virus AH1N1. |
25 | গ্যারি গত মাসে ব্যাং কাওয়াং-এ বন্দীদের মৃত্যুদণ্ড প্রদান নিয়ে যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সে বিষয়ে লেখেন। | Il mese scorso Gary ha scritto di presunte esecuzioni di prigionieri a Bang Kwan. |
26 | তিনি কারা কর্তৃপক্ষের দুর্নীতির ঘটনাও উন্মোচন করেছেন। | Ha rivelato anche la corruzione delle autorità carcerarie. |
27 | এখন বন্দিদের জানানো হয়েছে যে, তারা যে কোন সময় ইহধাম ত্যাগ করতে পারে। “জীবন বীমার” টাকা ভবনের প্রধান বুনলম কনউইচেট কাছে প্রদান করা হয়েছে। | Adesso che i prigionieri sono consapevoli che le esecuzioni possono avvenire in qualsiasi momento, “l'assicurazione sulla vita” viene versata al direttore della struttura, Bunlom Conwichet, dalla maggior parte dei 24 nomi elencati di seguito. |
28 | মৃত্যুদণ্ড প্রাপ্ত ২৪ জনের নামের তালিকা এখানে রয়েছে। | Questa è la tangente versata affinché gli sfortunati nomi non vengano messi in lista per l'iniezione letale. |
29 | এখানে ঘুষ দিতে কয়েদীরা বাধ্য, কারণ যদি তারা ঘুষ না দেয়, তা হলে বিষাক্ত ইঞ্জেকশন দেবার তালিকায় ব্যক্তির নাম চলে আসে। | I blogger [in] e gli attivisti per i diritti umani hanno sottolineato l'importanza di questo esposto [in]. |
30 | মানবাধিকার কর্মী ও ব্লগাররা এই বিষয়ের উপর মনোযোগ প্রদান করেছে। | Ora chiedono un'indagine ufficiale sulla questione. |
31 | তারা এখন গুরুত্বপূর্ণ এই ঘটনার উপর সরকারি তদন্ত দাবি করেছে। | Il blog di Gary [in] non offre soltanto una rara panoramica sulla vita dei prigionieri a Bang Kwan. |
32 | গ্যারির ব্লগ কেবল ব্যাং কাওয়াং এর বন্দীদের জীবনের উপর আলোকপাত করেনি, সেটি প্রমাণ করেছে ব্লগ বন্দীদের নীতি পরিবর্তনের ক্ষেত্রেও কাজে আসে। | È anche la dimostrazione di come i blog possano essere usati per imporre dei cambiamenti persino nelle celle delle prigioni. |