Sentence alignment for gv-ben-20091221-8027.xml (html) - gv-ita-20091212-11334.xml (html)

#benita
1ইন্দোনেশিয়া: ন্যায়বিচারের জন্যে পয়সা সংগ্রহIndonesia: tonnellate di monetine a sostegno della libertà di parola
2গত ৬ই ডিসেম্বর, ইন্দোনেশীয়ার গৃহবধু প্রিতা মুলিয়াসারীকে রাজধানী জাকার্তার পাশের জেলা ট্যান্গেরাঙ এর এক আদালত অভিযুক্ত করে একটি হাসপাতালের খারাপ সেবা নিয়ে একটি ইমেইল লেখার জন্য।Lo scorso giugno abbiamo informato sul caso di Prita Mulyasari [it], una casalinga denunciata per aver inviato una email di lamentela riguardo il cattivo servizio ospedalierio ricevuto.
3কোর্ট তাকে বিশ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া (২১,৬৮০ মার্কিন ডলার বা প্রায় ১৫ লাখ টাকা) জরিমানা করে যা অমনি ইন্টারন্যাশনাল আলম সুতেরা হাসপাতালের মাণহানির ক্ষতিপূরণ হিসেবে প্রদেয় হবে।Qualche giorno fa la Corte Suprema di Tangerang ha emesso la sentenza di colpevolezza per aver diffamato un ospedale privato. La corte le ha imposto il pagamento di una multa di Rupie 204 M (21.680 dollari USA) all'ospedale OMNI Internasional Alam Sutera.
4জাকার্তার একজন ফ্যাক্টরী শ্রমিকের বেতন মাসে ১০৬ মার্কিন ডলার (প্রায় ৭,৪০০ টাকা)।Lo stipendio mensile di un operaio a Jakarta equivale a circa 106 dollari USA.
5ইন্দোনেশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে নেমে পড়েছেন প্রিতার জন্যে এই জরিমানা পয়সার আকারে সংগ্রহের জন্যে। স্থানীয় সংবাদপত্র কমপাস কে একজন সামাজিক কর্মী বলেছেন যে তারা এর মাধ্যমে হাসপাতালটিকে একটি শিক্ষা দিতে চান।Su Internet gli utenti indonesiani stanno dandosi da fare per raccogliere la somma sotto forma di monetine, perchè sono indignati dalla decisione della Corte e sperano che le monete sommergano l'ospedale, ha spiegato uno degli attivisti al quotidiano locale Kompas [ind].
6“ন্যায়বিচার পাওয়া যায় নি বলে, আমারা পয়সা সংগ্রহ করছি,” এটিই হচ্ছে “কয়েন কিদিলিন” (ন্যায় বিচারের জন্যে পয়সা সংগ্রহ) আন্দোলনের প্রধান বক্তব্য।“Quando non c'è giustizia, raccogliamo monetine”, recita il titolo di Koin Keadilan [Monete per la giustizia, ind], un nuovo sito dedicato alla raccolta delle monete per la donazione per pagare la multa di Prita.
7তারা একটি ওয়েবসাইট চালু করেছে পয়সার দান গ্রহণের মাধ্যমে প্রিতার জরিমানার টাকা সংগ্রহ করার জন্যে।
8www.koinkeadilan.com ওয়েবসাইটের সৌজন্যেLogo del sito www.koinkeadilan.com
9এই সাইটে একটি ঘোষণা আছে:Una dichiarazione sul sito afferma:
10কিভাবে (পয়সা) সংগ্রহ করা হবে সে নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে।Riguardo il metodo, potremmo non essere d'accordo l'uno con l'altro.
11শুধু পয়সা দিয়েই সাহায্য করা যেতে পারে কিনা সে বিষয় নিয়েও বিতর্ক আছে।Se sia necessario o meno fare donazioni in monetine.
12কিন্তু সবাই এক বিষয়ে একমত: ন্যায়বিচার পাওয়া যায় নি।Ma su una cosa siamo d'accordo: che la giustizia è stata vilipesa.
13আমরা সবাই বুঝি যে মানুষের বাক স্বাধীনতা রোধ করতে স্বার্থান্বেষী শক্তি তৎপর এবং তার জন্যেই এই শাস্তির প্রয়াস।Condividiamo la stessa opinione, occorre opporsi al potere e all'arroganza perchè vogliono eliminare la libertà d'espressione criminalizzandola. Proteste e messaggi di solidarietà vengono inviati su Twitter con l'hashtag #freeprita e #helpprita.
14এর বিরুদ্ধে লড়াই করা দরকার।Un concerto è in programma all'Hard Rock Cafe di Giacarta.
15টুইটারে প্রতিবাদ এবং এই আন্দোলনের সমর্থনে বার্তা গুলো #freeprita এবং #helpprita হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশিত হচ্ছে।A breve altri dettagli e aggiornamenti. Concerto di beneficenza per raccogliere monetine.
16জাকার্তার হার্ড রক কাফেতে পয়সা সংগ্রহের একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।Treespotter [in]: Cari tutti, lasciate una monetina per Prita - donate una moneta per il senso comune.
17বিস্তারিত পরে জানানো হবে।Oppure tante monete.
18ট্রিস্পটার: অনুগ্রহ করে সবাই প্রিতার জন্যে আপনার পকেটের পয়সাগুলো দান করুন।Ha bisogno di 2,5 tonnellate di monetine. http://koinkeadilan.com/ el15abeth [in]: I social media non hanno data di scadenza…sappiamo che Prita è innocente.
19একটি দুটি পয়সা - বা অনেকগুলো - বিচারবুদ্ধি ফিরিয়ে আনার জন্যে। তার দরকার ২.Il verdetto darà all'ospedale Omni una cattiva reputazione.
20৫ টন পয়সা http://koinkeadilan.com/।#freeprita
21এলিজাবেথ: সামাজিক মিডিয়া মরে যায় নি। আমরা জানি প্রিতা নিরপরাধ।#freeprita è un'iniziativa del parlamento delle persone online, che potrebbe essere più pericoloso del parlamento in strada, non sottovalutate mai le nostre attività online.
22এই রায় অমনি হাসপাতালকে শুধুই অখ্যাতি এনে দেবে। #freeprita হচ্ছে অনলাইনে জনগণের সংসদ যা রাস্তার সংসদের থেকেও বিপদজনক হতে পারে।Gli esperti legali hanno affermato che l'azione giudiziaria contro Prita è ingiusta perché la nuova legge informatica cui fa riferimento non verrà pienamente implementata [in] prima dell'Aprile 2010.
23আমরা যারা অনলাইনে আছি তাদের অবজ্ঞা করবে না।Il blogger Aditya [ind] condivide le proprie riflessioni sulla forza del Microblogging:
24আইন বিশেষজ্ঞরা বলছেন যে নতুন সাইবার আইন অনুযায়ী প্রিতার বিচার সুষ্ঠু হয় নি কারণ এই আইন কার্যকর হবার কথা আগামী বছরের এপ্রিল মাসে।Io credo nella forza degli strumenti dei social network nel diffondere ampiamente questo tipo di notizie, almeno come si è visto dall'enorme movimento di utenti Facebook in supporto di Gecko v. Crocs (nota dell'autore: battaglia legale anti-corruzione tra il lottatore appoggiato dai cittadini e la polizia).
25ব্লগার আদিত্য মাইক্রোব্লগিং এর শক্তি সম্পর্কে তার ধারণা জানাচ্ছে:Mi chiedo però se sia possibile raccogliere quella somma in monetine in breve tempo.
26আমি এই আন্দোলনকে খাটো করছি না। কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রেই এইসব উদ্যোগ মাঠে মারা যায়।Non voglio sottovalutare questo movimento, ma tutti sappiamo, che questo genere di cose può raffreddarsi come la patata di ieri.
27আশা করছি এক্ষেত্রে তা হবে না।Speriamo di no!
28আদিত্য তার লেখা শেষ করেছেন তার পাঠকদের এই প্রশ্ন করে:Concludendo il post, Adithya chiede ai lettori:
29বন্ধুরা, যদি কেবল যদি তোমরা বাক স্বাধীনতা এবং ক্রেতা অধিকারকে মূল্য দাও তাহলে এগিয়ে চল।Amici, se, e soltanto se, vi interessa la libertà d'espressione e la tutela dei diritti del consumatore , datevi una mossa.