# | ben | ita |
---|
1 | ইজরায়েল: আর্মেনিয়ান আর গ্রীক ভিক্ষুদের ঝগড়া | Gerusalemme: rissa tra monaci greci e armeni |
2 | বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ নতুন কিছু না, কিন্তু জেরুজালেমের হলি সেপাল্কর চার্চে আর্মেনিয়ান আর গ্রীক ভিক্ষুদের মধ্যে যে ঘটনা ঘটেছে তা এই ধরনের শত্রুতার প্রতি অনেক ব্লগারের দৃষ্টি আকর্ষণ করেছে। | Le frizioni tra diverse confessioni religiose non sono una novità, ma l'incidente accaduto tra monaci greci e armeni nella chiesa del Santo Sepolcro a Gerusalemme ha attirato l'attenzione di numerosi blogger. |
3 | বেন উইদারিংটন বলেছেন যে এই ধরণের আচরণ লজ্জাজনক: | Ben Witherington sostiene che un comportamento del genere sia deplorevole [in]. |
4 | খুব কম জায়গা আছে যেখানে বৈচিত্র আর বিভক্ত চরিত্র দেখা যায় খ্রীষ্টদের জেরুজালেমের হলি সেপাল্কর চার্চ ছাড়াও। | Pochi luoghi nel mondo rappresentano al meglio la diversità e le divisioni interne del cristianesimo come la Chiesa del Santo Sepolcro a Gerusalemme. |
5 | আমরা এতোই বিভক্ত যে জিশু যে স্থানে ক্রুশবিদ্ধ হয়েছে তার উপরে দাঁড়ানো ওই চার্চে এরকম কিছু ঘটানোর জন্যে প্রস্তুত। সামনের দরজার চাবি কয়েক শতক ধরে মুসলিম এক পরিবারের কাছে আছে, কারন খ্রীষ্টান যারা এখানে ছিল তারা সিদ্ধান্ত নিতে পারেনি কার কাছে চাবি থাকবে! [..] | Siamo talmente divisi che per far andare avanti le cose, in quella che con tutta probabilità è la Chiesa situata sul luogo in cui Gesù è stato crocifisso, le chiavi della porta principale sono state tenute da una famiglia musulmana per secoli, questo ovviamente perché i cristiani che hanno delimitato il territorio dell'edificio non sono riusciti a decidere chi debba custodirle! […] |
6 | লক্ষ্য করবেন যে খ্রীষ্টানরা সমস্যার সমাধান নিজেরা করতে পারেনি তাই ইজরায়েলী রায়ট পুলিশকে এসে থামাতে হয়েছে- কি লজ্জাকর। | […] Da notare che i cristiani non sono riusciti a risolvere la questione da soli, così la polizia antisommossa israeliana è dovuta entrare e mettere fine a tutto- una tragedia totale. |
7 | আমি যদি বলতে পারতাম যে আসল খ্রীষ্টানরা এমন ব্যবহার করেনা, কিন্তু যেহেতু আমি নিজের চোখে আমার নীজের চার্চে এটা দেখেছি, তাই দু:খজনক যে আমি এটা বলতে পারছি না। | Vorrei poter dire che i veri cristiani non si comportano in questo modo, ma poiché l'ho visto con i miei occhi nella mia Chiesa, non posso sostenere un'affermazione simile. |
8 | এটা মানুষের খারাপ আচরণ হিসাবে বাতিল করা খুব সহজ। [..] | È troppo facile liquidare costoro come cristiani non-rinati [it] che si comportano male. |
9 | পিতা, আমাদেরকে ক্ষমা করেন, কারন আমরা জানিনা আমরা কি করছি, আর কি ভয়ংকর আমরা আমাদের সাক্ষী দেখতে থাকা পৃথিবীর কাছে। | Padre perdonaci, poiché non sappiamo quello che facciamo, né quanto sia stato orribile l'aver reso una tale testimonianza al mondo che ci osservava. |
10 | ওপিনিয়ন অফ আ মিনিয়ন ও বিষ্মিত: | Anche Opinion of a Minion appare stupito [in]. |
11 | ঘটনার ভিডিও চিত্র প্রায় বিশ্বাসের অতীত। | Il video ha quasi dell'incredibile. |
12 | মনে হয় বিরোধী ফুটবল দলের সমর্থকরা মারামারি করছে কিন্তু আসলে ভিক্ষুরা ঝগড়া করছে চার্চে কে থাকবে তা নিয়ে। | Sembrano delle tifoserie calcistiche rivali che si azzuffano, ma in realtà sono monaci che litigano per entrare in Chiesa. |
13 | যদি আর্মেনিয়ানরা এটা এই উৎসবের জন্য ব্যবহার করে, গ্রীকদেরকে তার থেকে দূরে থাকতে হবে। | Se gli armeni la usano per la loro cerimonia, i greci devono rimanere fuori. |
14 | কিন্তু গ্রীকরা একজন রক্ষক সেখানে রাখতে চেয়েছিল, বিশেষ করে যে স্থানে জিশুর কবর আছে বলা হয়। | Ma i greci volevano tenere un guardiano nell'edificio, in particolare nell'area in cui ci sarebbe la tomba di Gesù. |
15 | আর্মেনিয়ানদের এটা নিয়ে একটু সমস্যা ছিল আর তাই সংঘর্ষ। | Gli armeni hanno avuto qualche problema ad accettare ciò, e si è scatenato il finimondo. |
16 | এটা ডিভোর্সের থেকেও খারাপ। | Peggio di un divorzio. […] |
17 | কন্টেম্পোরারী অর্থোডক্সী বিশেষভাবে চিন্তিত: | Contemporary Orthodoxy è particolarmente infuriato [in]. |
18 | আমাদের ধর্মীয় গোত্র দারা যে ধরনের আচরণ দেখানো হয়েছে সম্ভবত আত্ম নিয়ন্ত্রণের সব থেকে খারাপ উদাহরণ। | Il comportamento mostrato dal nostro ordine angelico è sicuramente una delle prove più evidenti di mancanza di auto-controllo. |
19 | এটা পরিপক্কতার অভাবও দেখায়। | Direi anche una mancanza di maturità. |
20 | আমাদের খ্রীষ্ট বদান্নতা দাবী করে যে আমরা অন্যান্য গোষ্ঠীর প্রতি খুব কম হলেও সহনশীল হই। | La nostra carità cristiana ci richiede di essere quanto meno tolleranti con le altre confessioni religiose. |
21 | পরিস্থিতি আরো সঠিকভাবে আয়ত্তে আনা যেত যদি তাদের শেষ করা অবধি অপেক্ষা করে তারপর উচ্চতর কতৃপক্ষের কাছে আবেদন করা যে ভবিষতের জন্য কোন পথ অবলম্বন করা হবে। | […] Un modo più adeguato per affrontare la situazione sarebbe stato aspettare la fine della cerimonia e successivamente concordare con le autorità una soluzione per il futuro. |
22 | ঝগড়া নিয়ে শাল্ডিয়ান থটস বেদনাহত: | Anche Chaldean Thoughts si mostra alquanto sconcertato dall'accaduto [in]. |
23 | খ্রীষ্টানদের একটা খুবই পবিত্র স্থানে এমন ঘটা দু:খজনক। | È molto triste vedere queste cose accadere in uno dei posti più sacri per tutto il Cristianesimo. |
24 | আরো খারাপ এটা জানা যে ভিক্ষুরা এই ঝগড়া শুরু করেছে: | È ancora più triste sapere che sono stati i monaci a iniziare la rissa. |
25 | থেরিওন ঝগড়ার ছবি দিয়েছেন আর এই সুযোগে খ্রীষ্ট ধর্মকে আক্রমণ করেছেন। | Therion pubblica delle fotografie della zuffa e coglie l'occasione per criticare il Cristianesimo [in]. |
26 | জিশুকে দোষ দেয়া হয় তার অনুসারীদের শিক্ষা দেয়ার জন্য ‘অন্য গাল বাড়িয়ে' দেয়ার যখন তাদেরকে উস্কিয়ে দেয়া হয়। | Gesù in teoria insegnava ai suoi seguaci di “porgere l'altra guancia” se provocati. |
27 | কিন্তু এই পৃথিবীর চার্চের প্রতিনিধিদের ব্যাপার যখন আসে- ভুলে যান সে কথা! | Ma quando si tratta degli alti rappresentanti della sua istituzione terrena - non se ne parla proprio! |
28 | এই ঝগড়া কোনভাবেই একক ঘটনা না। | Questa rissa non è assolutamente un caso isolato. |
29 | প্রাচীন এই চার্চের নিয়ন্ত্রণ ভাগ করে নেয় ছয়টি খ্রীষ্টিয় গোষ্ঠী। | Sei comunità cristiane si dividono il controllo dell'antica Chiesa. |
30 | তারা প্রায়শ:ই গালাগালি আর মারামারিতে লিপ্ত হয় যা মাঝে মাঝে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ইজরায়েলী পুলিশকে হস্তক্ষেপের জন্য আসতে হয়। | Molto spesso si insultano a vicenda producendosi in scazzottate talmente violente da richiedere l'intervento della polizia israeliana. |
31 | কি আর বেশী পরিহাসের হতে পারে এর থেকে যে ‘শান্তির রাজপুত্রের' কথিত কবরের স্থানে খ্রীষ্টানরা একে অপরকে মারে। | C'è forse qualcosa di più ironico di cristiani che si picchiano tra loro nel presunto luogo di sepoltura del ‘Principe della Pace.' |
32 | খ্রীষ্টিানদের কপটতার আর একটা মাত্র উদাহরণ, যা তারা যা কিছু দাবী করে তাকে মিথ্যা প্রমানিত করে। | L'ennesimo esempio dell'ipocrisia cristiana, che mente ogni volta che pretende di rappresentare qualcosa. |
33 | ফ্রিগিন লুন একেবারেই বিষ্মিত না: | Friggin Loon non appare affatto sorpreso [in]. |
34 | একটা ঝগড়া ছাড়া আর কিছুই ধর্মকে ভালভাবে প্রকাশ করতে পারে না! | Niente definisce la religione meglio di una buona scazzottata! |
35 | আনজিপড একটি ভিডিও পোস্ট করেছেন। | Infine Unzipped ha pubblicato il seguente video [in]. |