# | ben | ita |
---|
1 | পোল্যান্ডের রাষ্ট্রপতি কাজিন্সকি রাশিয়াতে বিমান দূর্ঘটনায় নিহত- প্রাথমিক প্রতিক্রিয়া | Polonia: immediate reazioni online al disastro dell'aereo presidenziale |
2 | আজ সকালে পশ্চিম রাশিয়াতে এক প্লেন দূর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিন্সকি, তার স্ত্রী, আর কয়েক ডজন পোলিশ উর্ধ্বতন নেতা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এই সংবাদটি বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যমের পাশাপাশি দ্রুত সমগ্র ব্লগ জগতে ছড়িয়ে পড়ছে। | La notizia del disastro aereo di stamani nella Russia occidentale, in cui sono rimasti uccisi il Presidente polacco Lech Kaczyński [it], la moglie e decine di rappresentanti governativi, va suscitando sentite reazioni nella blogosfera oltre che sulle testate [in] di tutto il mondo [it]. |
3 | রাষ্ট্রপতি কাজিন্সকি ১৯৪০ কাতিন জঙ্গল হত্যাযজ্ঞের বার্ষিকীতে যোগদানের জন্য কাতিনে (রাশিয়ার স্মলেন্সকি জেলার একটি গ্রাম) যাচ্ছিলেন। | Il Presidente stava recandosi a Katyn, per partecipare alla commemorazione del decimo anniversario del massacro del 1940 [it, l'uccisione di oltre 21.000 cittadini polacchi già arrestati, su ordine di Stalin]. |
4 | টুইটার এবং এর পোলিশ সেবা ব্লিপ. পিএল এ এই দুর্ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া জানা যাচ্ছে। | Le immediate reazioni alla catastrofe vanno concentrandosi su Twitter e sul corrispettivo servizio polacco, Blip.pl, contrassegnate da shock e incredulità. |
5 | মানুষ আঘাতে বিহ্বল। | Ewa_b scrive [in]: |
6 | এওয়া_বি পোস্ট করেছেন: | Non posso crederci… |
7 | আমি বিশ্বাস করতে পারছি না… | Nice aggiunge [pl]: |
8 | নাইস যোগ করেছে: এটা কোন দুঃস্বপ্ন হবে ;-( | Spero si tratti solo di un brutto sogno ;-( |
9 | অন্যরা যেমন নেমনিক তাদের আঘাতের কথা (ইংরেজীতে) সংবাদটি প্রচারের মাধ্যমে জানাচ্ছেন: | Altri, come Namenick, esprimono [in] shock rilanciando al contempo la notizia in inglese: |
10 | আমি প্রচন্ড ধাক্কা খেয়েছি- পোলিশ এয়ার ফোর্স ওয়ান স্মলেন্সকে গুঁড়ো হয়ে গেছে। | Sono sotto shock - l'areo presidenziale polacco è precipitato a Smolensk. |
11 | কেউ বাঁচেনি। | Nessun superstite. |
12 | ভাগ্লা জানাচ্ছেন: | Vagla sottolinea [pl]: |
13 | পোল্যান্ডের অর্ধেক সরকার ওই প্লেনে ছিল। | C'era metà del governo polacco su quell'aereo. |
14 | ভাবাবেগে হুস্তকা যোগ দিয়েছেন: | Posizione condivisa [pl] da hustka: |
15 | “এইসব মানুষরাই তো দেশ চালাচ্ছিলেন” এখন কি অরাজকতা হবে!! | “quelli erano coloro che guidavano il Paese” caos!! |
16 | ; ও | ;o |
17 | পেরদো জানিয়েছেন: | Perdo informa [pl]: |
18 | সংসদের স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। | Il presidente del Parlamento ha assunto la carica di Capo di Stato. |
19 | তারা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করবেন। | Annunceranno le elezioni anticipate. |
20 | পোলিশ সংবাদ সংস্থা যেমন যেমন ওনেট. পিএল বর্তমানে ট্রাফিকের চাপে ভেঙ্গে পড়ছে; মোবাইল নেটওয়ার্কও বেশী চাপের মধ্যে আছে। | I siti delle agenzie stampa polacche, tra cui Onet.pl, continuano a malfunzionare per l'ampio volume di traffico; anche le reti di telefonia mobile sono sovraccariche. |
21 | ডিজেন্নিকারজ রিপোর্ট করছে: | Dziennikarz is segnala [pl]: |
22 | বিশাল ট্রাফিকের কারনে সকল পোলিশ পোর্টালগুলোতে সমস্যা হচ্ছে। | Tutti i portali polacchi stanno avendo problemi per il gigantesco livello di traffico. |
23 | মালিশা মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে সর্বশেষ জানাচ্ছেন: | Malisa aggiorna la situazione [pl] sui network di telefonia mobile: |
24 | #প্লাগসাম নেটওয়ার্কে বেশী লোড। | #plusgsm reti sovraccariche. sono tutti attaccati al telefono. |
25 | অথচ মানুষকে একে অপরকে এই সংবাদ দিতে ফোন করতে হবে। | Le maggiori testate d'informazione continuano ad aggiornare senza sosta, rilanciando anche varie reazioni: |
26 | মূলধারার মিডিয়া লাগাতার সংবাদের আপডেট দিচ্ছে, তাই এগুলোর ব্যাপারে প্রতিক্রিয়াও উঠে আসছে: | |
27 | কিসমিজোজে পোস্ট করছেন: | KissMeJoeJ is scrive [in]: |
28 | দূর্ঘটনার ছবিগুলো ভয়াবহ। ১৩২ জন নিহত। | Le immagini della tragedia sono terribili. |
29 | পোলস্কাটাইমস. | 132 morti. |
30 | পিএল একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে যারা প্লেনে ছিলেন তাদের, এটা টুইটারেও জানিয়েছে। | Polskatimes.pl pubblica [pl] l'elenco iniziale delle persone sull'aereo, riproponendolo [pl] subito su Twitter. |
31 | কেউ কেউ ইরেঙ্কার মতো ভাবা শুরু করেছেন: | Qualcuno, come Irenkaa, prova a speculare [pl]: |
32 | আমি ভাবছি এটা কি আসলে আদৌ কোন দূর্ঘটনা কিনা… | Mi chiedo se sia stato davvero un incidente… |
33 | ভোটার ১০১ মন্তব্য করেছেন এই ব্যাপারে যে মানুষ রাষ্ট্রপতিকে পছন্দ করতো না: | Voter101 commenta [pl] sul fatto che il Presidente non fosse ben visto dai polacchi: |
34 | #প্রেসিডেন্টকে কেউ পছন্দ করতো না- এখন মৃতের জন্য সম্মান জানাতে হবে…প্রহসন | il presidente non piaceva a nessuno - adesso da morto troverà rispetto…ironico. |
35 | নাফিলিম ব্যাখ্যা করেছে: হয়ত আমি তাকে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে দেশের প্রধানের পরিবর্তন আমি চাইনি। | Non è che mi piacesse granché ma non è questo il modo in cui immaginavano il cambiamento alla guida del Paese. |
36 | মানুষ একত্র হয়ে তাদের শোক জানাচ্ছেন, যেমন ডমিনিকপ্যানিক রিপোর্ট করছে: | La gente ha preso a radunarsi nelle strade per esprimere cordoglio, come riporta [pl] dominikpanek: |
37 | ওয়ারশতে প্রেসিডেন্ট প্যালেসের সামনে রাজধানীর মানুষ একত্র হচ্ছেন। তারা ফুল আনছেন। | I cittadini di Varsavia vanno radunandosi davanti al palazzo presidenziale. |
38 | টুইটার ব্যবহারকারীরা #আরআইপিলেচকাজিন্সকি হ্যাশট্যাগ ব্যবহার করছেন অনলাইনে তাদের শোক জানাতে আর অন্যদেরকে আহ্বান করছেন তাদের সাথে যোগ দিতে। | |
39 | যেভাবে টিমজোজে করেন: | Portano fiori e corone. |
40 | অনুগ্রহ করে #আরআইপিলেচকাজিন্সকি উল্লেখ করে খবর ছড়াতে থাকুন। | |
41 | লিঙ্কার টুইট বার্তা পোলিশ সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের সাধারণ মনোভাব সংক্ষেপে জানাচ্ছে: আমি কাঁদছি। | Gli utenti di Twitter usano l'hashtag #RIPLechKaczynski [pl] per esprimere il proprio cordoglio online e invitare gli altri a partecipare, proprio come fa TeamJoeJ [in]: |
42 | যদিও আমি কখনো রাজনীতিতে খুব উৎসাহী নই কিন্তু এটা পোল্যান্ডের বিষয়। আমার দেশ। | Infine, questo tweet [pl] di Linkaaa riassume l'attuale sentimento che accomuna gli utenti polacchi dei social media: |
43 | আমাদের প্রেসিডেন্ট। | |
44 | পোলিশ প্রেসিডেন্ট। | |