# | ben | ita |
---|
1 | ‘চিংলিশ’ শুধরে দিতে ওয়েব ব্যবহারকারীদেরকে চীনা শহরের আমন্ত্রণ | Cina: campagna online per correggere i cartelli in “chinglish” segnalati dai netizen |
2 | যেকোন সার্চ ইঞ্জিনে আপনি যদি “চিংলিশ” শব্দটি লিখে ছবির জন্য খুঁজে থাকেন, তবে আপনি পাতার পরে পাতা পাবেন। | |
3 | সেখানে চীনের জনগণের স্বাক্ষরগুলো আনাড়িভাবে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। “চীনা ভাষায় ব্লগ” - এ “২০ টি উল্লসিত চিংলিশ স্বাক্ষর” শিরোনামে একটি পোস্ট আছে। | L' immagine successiva appare cercando il termine “Chinglish” [en, come i link seguenti, salvo diversa indicazione] in qualsiasi motore di ricerca, e pagina dopo pagina, troviamo tanti cartelli della segnaletica cinese tradotti in inglese, ma in maniera errata. |
4 | সেখানে “চিংলিশ”- কে আক্ষরিক অনুবাদ করার প্রচেষ্টার একটি ফল হিসেবে নির্দেশ করা হয়েছেঃ | Il “Chinese language blog”, spiega nel suo post “20 cartelli stradali divertenti in Chinglish”, che il “Chinglish” è prodotto da tentativi di traduzione diretta: |
5 | উইকিপিডিয়া থেকে চিংলিশের একটি উদাহরণ। | Un esempio di Chinglish tratto da Wikipedia. |
6 | আসল অর্থ হচ্ছে, যখন ঝড়বৃষ্টি হবে, তখন পাহাড়ে উঠবেন না। | Il significato originale è ‘quando ci sono temporali, per favore non scalate la montagna'. |
7 | কিন্তু চিংলিশ চিহ্নটি বলছে, আলো প্রবন এলাকা/ দয়া করে উঠবেন না। | Ma in Chinglish il cartello afferma “Zona soggetta ad illumizione, per favore non scalate la montagna.” |
8 | ইংরেজিতে চীনা ভাষার আক্ষরিক অনুবাদের চেষ্টা করলে, আপনি এ ধরনের বাক্য পাবেন। | Se si prova a tradurre in modo diretto il cinese in inglese si otteranno frasi come |
9 | যেমন, “আমি খুব পছন্দ করি খেলতে বাস্কেটবল” (我很喜欢打篮球- ও হেন জি হুয়ান দা লান কিউ) অথবা “আমি সাথে আমার বন্ধু একসাথে খেয়েছি রাতের খাবার” (我跟我的朋友一起吃晚饭- ও গেন ও ডি পেং ইয়ো ই কি ছি ওয়ান ফান)। | |
10 | চীনা শব্দগুলোকে সরাসরি বিদেশী ভাষায় অনুবাদের চেষ্টা করলে ফলাফলটি এমন দাঁড়ায়। | “I very like play basketball” -“Io molto amo giocare a calcio” (我很喜欢打篮球 wǒ hěn xǐ huan dǎ lán qiú) oppure |
11 | এ কারনেই আমাকে ছাত্ররা “বড়দিনের বুড়ো” (圣诞老人- শেং দান লাও রেন - সান্তাক্লজ) এবং “ঝলসানো মুরগী” (火鸡- হুও জি - টার্কি) সম্পর্কে জিজ্ঞাসা করে। | “I with my friend together have dinner” - “Io con i miei amici insieme ho cenato” (我跟我的朋友一起吃晚饭 - wǒ gēn wǒ de péng yǒu yī qǐ chī wǎn fàn). |
12 | বেইজিং এবং সাংঘাইয়ের মতো শহরগুলোতে চিংলিশকে উপড়ে ফেলতে অতীতে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। | Altre volte, (il chinglish) risulta dal tentativo di tradurre direttamente parole cinesi con nomi di cose estere. |
13 | বিশেষকরে ২০০৮ সালের অলিম্পিক এবং ২০০৯ সালের ওয়ার্ল্ড এক্সপো এর মতো আন্তর্জাতিক ইভেন্টগুলোকে সামনে রেখে এই প্রচেষ্টা চালানো হয়। যাইহোক, সেই প্রচারাভিযানগুলো ততোটা ফলপ্রসূ হয়নি। | E' per questo che ci sono studenti che mi fanno domande su “Christmas old man” - “l'anziano di Natale” (圣诞老人 - shèng dàn lǎo rén cioè Santa Claus), e il “fire chicken” - ” il pollo di fuoco” (火鸡 - huǒ jī cioè il tacchino). |
14 | কিন্তু একটি শহর আরো ভিন্ন মাত্রায় চেষ্টা চালাচ্ছে। ভুল ইংরেজি স্মারকগুলো উপড়ে ফেলতে শেনঝেন শহরটি একটি নতুন চিন্তা নিয়ে সামনে এসেছে। | Ci sono stati diversi tentativi in passato per cancellare il Chinglish nelle maggiori città, come Pechino e Shanghai, prima di eventi internazionali come le Olimpiadi del 2008 e l‘Expo mondiale del 2009. |
15 | এটি ইন্টারনেটবাসীকে ভুল স্মারকগুলোর ছবি তুলে, সেগুলো ওয়েইবো ও উইচ্যাট এর @শেনঝেন ক্যাম্পেইন ই -(@深圳E行動) ট্যাগটিতে পোস্ট করতে আমন্ত্রণ জানাচ্ছে। | |
16 | একটি স্থানীয় টেলিভিশন খবরের রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর প্রায় ৭. | Però le campagne non sono state molto efficaci. |
17 | ৮ মিলিয়নের বেশি বিদেশী পর্যটক শেনঝেনে বেড়াতে আসেন। | Ma in un'altra città si sta facendo un nuovo tentativo. |
18 | এদের মধ্যে প্রায় ১ মিলিয়নেরও বেশি পর্যটক শেনঝেন শহরে ছয় মাসেরও বেশি সময় অবস্থান করে। প্রায় ২০ হাজারেরও বেশি পর্যটক অধিবাসী ভিসা পেয়েছেন এবং এই শহরে স্থায়ি হয়েছেন। | A Shenzen si è sviluppata un'idea per cancellare i cartelli con l'inglese scorretto: le autorità hanno invitato i netizen a fotografare tali cartelli e caricare l'immagine su Weibo e Wechat, usando il tag @Shenzhen campaign E (@深圳E行動)[zh]. |
19 | ভবিষ্যৎ মডার্ন সার্ভিস কোপারেশন জোন ইন কিয়ানহাই - এর জন্য প্রস্তুতি নিতে, শহরটি আরো সুবিধা প্রদায়ী নীতি নির্ধারনের পরিকল্পনা করেছে। | Secondo i notiziari televisivi locali [zh], ci sono circa più di 7.8 milioni di turisti stranieri che vistano Shenzen ogni giorno, e circa un milione di questi rimarrà in città per più di sei mesi. |
20 | যেমন বিদেশীদের আকর্ষণ করতে ট্যাক্স থেকে মুক্তি, কাজের সুবিধাদি এবং বসবাসের জন্য উন্নত পরিবেশ প্রদান করবে। | |
21 | ২৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে শেনঝেনের পররাষ্ট্র দপ্তর এই প্রচারাভিযানটির উদ্বোধন করেছে। | Circa 20,000 stranieri hanno ottenuto il visto di residenza e vi si sono stabiliti. |
22 | এটি আগামী দুই মাস ধরে চলবে। এতে অংশগ্রহণকারীদের ইমেইল, ওয়েইবো এবং উইচ্যাটের মাধ্যমে প্রচারাভিযান দপ্তরে ছবি পাঠাতে এবং স্মারকটি যেখানে রয়েছে সে জায়গা সম্পর্কে তথ্য সরবরাহ করতে উৎসাহিত করা হয়েছে। | Per prepararsi allo sviluppo della futura Zona di Qianhai per i servizi e la cooperazione, in città si sta progettando di offrire una politica più favorevole, per esempio attraverso l'esenzione delle tasse, opportunità lavorative e un migliore ambiente di vita, per attrarre un maggior numeri di stranieri. |
23 | এবং তাঁর সাথে ভুলের বর্ণনা ও তাঁদের সাথে যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে বলা হয়েছে। | La campagna è stata lanciata dall' Ufficio degli Affari Internazionali di Shenzen il 26 settembre scorso, e durerà circa due mesi. |
24 | তাঁদেরকে পুরস্কার হিসেবে সনদপত্র, চীনা ভাষা থেকে ইংরেজিতে অনুদিত একটি ডিকশনারি এবং কোন রকম ফি ছাড়া ইংরেজি প্রশিক্ষণ ক্লাশ প্রদান করা হবে। | I partecipanti sono incoraggiati a spedire foto per la campagna via email, Weibo e Wechat, e a fornire informazioni sulla posizione del cartello, i dettagli dell'errore e i loro dettagli di contatto. |
25 | এমনকি যদিও বেশীরভাগ স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন খবরের চ্যানেলে প্রচারাভিযানটির ব্যাপক প্রচার চালানো হচ্ছে। | Saranno loro assegnati dei certificati, un dizionario cinese-inglese e corsi di formazione in inglese gratuiti. |
26 | এবং প্রচারাভিযানের পোস্টার বিদ্যালয়গুলোতে [ম্যান্দারিন] লাগানো হয়েছে, ওয়েইবো থেকে পাওয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হচ্ছে। | Anche se la campagna è stata ampiamente pubblicizzata dai principali giornali locali, dai canali televisivi e sono anche stati affissi poster relativi nelle scuole [zh], dalle reazioni [zh] che si leggono su Weibo, i netizen cinesi non ne sono molto entusiasti. |
27 | তবে এতে চীনের ইন্টারনেটবাসীরা খুব বেশি আগ্রহী নয়। | Infatti il post principale, con tutti i dettagli della Campagna E, non ha ricevuto risposte. |
28 | যদিও ক্যাম্পেইন ই এর বর্ণনা সম্পর্কে শীর্ষ পোস্টের বিপরীতে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। | |