Sentence alignment for gv-ben-20080606-989.xml (html) - gv-ita-20080606-37.xml (html)

#benita
1জি ভি সামিট ২০০৮- এর নিবন্ধন ফি কমানোর ঘোষনা!Verso il Global Voices Summit 2008
2হাঙ্গেরিতে আমাদের আসন্ন সম্মেলনের আয়োজকদের সাথে আমরা কাজ করছিলাম গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ এর নিবন্ধন ফি কমানোর জন্য যাতে এতে বেশী লোক অংশগ্রহণ করতে পারে।Grazie agli accordi con i partner ungheresi del Global Voices Citizen Media Summit 2008 siamo riusciti a ridurre la quota d'ingresso ad una cifra più abbordabile per un maggior numero di persone.
3আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সফল হয়েছি- জুন ২৫ এর আগে রেজিস্টার করলে সামিটের দুই দিনের জন্যে ( জুন ২৭ আর ২৮) নিবন্ধন ফি ইউ এস ডলার ৩২৩ (প্রায় ২১০ ইউরো) থেকে ইউ এস ডলার ১৫২ করা হয়েছে, যার মধ্যে দুপুরের খাবার আর জলখাবার আছে।Siamo lieti di annunciare che la quota per la partecipazione al Summit è scesa da 210 euro (circa 323 dollari) a 98 euro (152 dollari) per entrambe le giornate (27 e 28 giugno), inclusi pranzo e bevande, per chi si registra prima del 25 giugno.
4সম্পূর্ণ মূল্য তালিকা আমাদের রেজিস্ট্রেশন পাতায় আছে, যেখানে আমাদের অনলাইন নিবন্ধন ব্যবস্থা তাড়াতাড়ি শুরু হবে।Maggiori dettagli sono disponibili sull'apposita pagina per la registrazione, che presto sarà possibile effettuare direttamente online.
5সামিটের দিন এগিয়ে আসার সাথে সাথে গ্লোবাল ভয়েসেসের ভার্চুয়াল অফিস উৎসাহ ও চান্চল্যে ভরে উঠছে।L'ufficio (virtuale) di Global Voices pulsa sempre più d'eccitazione con l'avvicinarsi della data fatidica.
6আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের সম্প্রদায় সারা দুনিয়ায় ছড়িয়ে আছে আর প্রতিদিন এক সাথে অনলাইনে সফলভাবে কাজ করা সত্তেও, বছরে একবার এই সামিটের সময় আমরা দল হিসেবে সামনাসামনি হতে পারি।Come molti sanno, la nostra comunità è sparsa in tutto il mondo e pur lavorando ogni giorno in maniera orizzontale e collaborativa, il Summit è l'unica occasione durante l'anno in cui c'incontriamo dal vivo faccia a faccia.
7পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সামিটের জন্য বুদাপেস্টে আসবেন গ্লোবাল ভয়েস সম্প্রদায়ের প্রায় ৮০ জন সদস্য। এর সাথে থাকবে আমাদের রাইজিং ভয়েসেস আউটরিচ প্রকল্পের কিছু সদস্য আর বেশ কিছু অতিথি আসবেন গ্লোবাল ভয়েস এডভোকেসী প্রোগ্রামে অংশগ্রহণের জন্য।Sono quasi i 80 membri della comunità di Global Voices che finora hanno confermato la loro presenza a Budapest da varie parti del mondo, inclusi alcuni sostenitori del programma Rising Voices e diversi ospiti coinvolti nel progetto plus several guests arriving specially for the Global Voices Advocacy.
8এই পর্যন্ত যে সব দেশ প্রতিনিধিত্ব করছে তারা হল বার্মা, কাজাখস্তান, সুদান, লেবানন, বাংলাদেশ, তিউনিশিয়া, ত্রিনিদাদ আর টোবাগো, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, মিশর, ভেনিজুয়েলা, চীন, ভারত, তাজিকিস্থান, বলিভিয়া, গুয়েতেমালা, হংকং, ইরান, কেনিয়া, সিংগাপুর, বাহরাইন, পেরু, মালাউই, তাঞ্জানিয়া, যুক্তরাজ্য, ফিলিপিন্স, কলম্বিয়া, কানাডা, জাপান, সার্বিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সউদি আরব, সিরিয়া, তাইওয়ান আর আর্মেনিয়া।Finora i Paesi rappresentati al Summit comprendono Burma, Kazakhstan, Sudan, Libano, Bangladesh, Tunisia, Trinidad e Tobago, USA, Brasile, Argentina, Egitto, Venezuela, Cina, Italia, India, Tajikstan, Bolivia, Guatemala, Hong Kong, Iran, Kenya, Singapore, Bahrain, Perù, Malawi, Tanzania, UK, Filippine, Colombia, Canada, Giappone, Serbia, Francia, Repubblica Ceca, Arabia Saudita, Siria, Taiwan e Armenia.
9এখনো যদি আপনি আমাদের সামিটের ওয়েবসাইট না দেখে থাকেন আর এর আকর্ষণীয় প্রোগ্রাম না পড়ে থাকেন আমরা আপনাকে অনুপ্রাণিত করবো তা করতে।Se non avete ancora visitato ilsito web del Summit e dato un'occhiata all'eccitante programma, vi invitiamo a farlo quanto prima.
10মডারেটররা সামিটের ব্লগে লেখা পাঠাচ্ছেন যেখানে প্যানেলের বিষয় আর প্যানেলে থাকাদের ব্যাপারে আলোচনা আছে আর আমরা আপনাদের মন্তব্য আর উপদেশ আহ্বান করছি।I moderatori hanno inserito sul blog del Summit delle anteprime sui temi in discussione nei panel, presentandone anche i relatori - commenti e rilanci sono sempre benvenuti.
11আপনাদের মধ্যে যারা বুদাপেস্ট আমাদের সাথে যোগ দেবেন না দূর থেকে কি করে আপনারা অংশগ্রহণ করতে পারেন তা জানার জন্যে অপেক্ষায় থাকুন।Per quanti non potranno essere presenti a Budapest, publbicheremo presto le informazioni per poter partecipare in remoto.
12গ্লোবাল ভয়েস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ এদের সাহায্যে হচ্ছে: ম্যকরমিক ট্রিবিউন ফাউন্ডেশন, দ্যা জন এস এন্ড জেমস এল নাইট ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ইন্সটিটিউট, দ্যা বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটি, দ্যা ইউরোপীয়ান জার্নালিজম সেন্টার এবং ডটসাব।Il Global Voices Citizen Media Summit 2008 si svolge grazie al sostegno di McCormick Tribune Foundation, the John S. and James L. Knight Foundation, Open Society Institute, the Berkman Center for Internet and Society, the European Journalism Centre and dotSUB.