Sentence alignment for gv-ben-20110403-16672.xml (html) - gv-ita-20110410-37320.xml (html)

#benita
1আর্জেন্টিনাঃ টেট্রো কোলন থিয়েটার ও বুয়েনোস আয়ার্সের নগর প্রশাসকের মধ্যে সংঘাতArgentina: cancellato il concerto di Plácido Domingo per conflitti politico-amministrativi
2বিখ্যাত গায়ক প্লাসিদো ডোমিঙ্গোর শেষ পরিবেশনার বারো বছরেরও বেশি হয়ে গেল।Sono trascorsi dodici anni dall'ultima esibizione in Argentina del famoso tenore Plácido Domingo [it].
3২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে কনসার্টটির [স্প্যানিশ ভাষায়] পরিকল্পনা করা হয়েছিল, ১৯৭২ সালে যেখান থেকে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন।Il concerto [es, come tutti gli altri link, eccetto ove diversamente indicato], fissato per il 23 marzo a Buenos Aires, avrebbe dovuto essere un omaggio del cantante spagnolo alla tanto amata Argentina, dove nel 1972 ebbe inizio la sua carriera.
4কনসার্টটির প্রথম অংশ বুয়েনোস আয়ার্সের প্রখ্যাত অপেরা হাউস ‘টেট্রো কোলন'-এ এবং দ্বিতীয় অংশ, এর বাইরে হওয়ার কথা ছিল, যেখানে প্রায় ২০,০০০ লোকের উপস্থিতিতে হওয়ার কথা ছিল।La prima parte del concerto avrebbe dovuto svolgersi all'interno del Teatro Colón [it], il prestigioso teatro dell'opera di Buenos Aires, mentre la seconda parte all'aperto dal momento che si era stimata un'affluenza di 20.000 persone.
5এটি অপেরা ভক্তদের জন্য ছিল এক সুখবর, কিন্তু যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি।Notizia stupenda per gli appassionati di opera, ma le cose non sono andate come previsto.
6প্রথমত, কনসার্টের বাইরের অংশ বৃষ্টির কারণে স্থগিত করে ২৪ মার্চে নেয়া হয়। আর থিয়েটারের বাদ্যযন্ত্রীদের সাথে শহরের প্রশাসনের বিরোধিতার কারণে টেট্রো কোলনের কনসার্ট বাতিল করা হয়।La parte del concerto che avrebbe dovuto svolgersi all'aperto è stata rinviata [en] al 24 marzo, causa pioggia, mentre l'esibizione destinata al Teatro Colón è stata annullata [en] perché i componenti dell'orchestra si sono rifiutati di suonare a causa dei numerosi conflitti in corso con l'amministrazione cittadina.
7টেট্রো কোলনের বাদ্যযন্ত্রীরা তাদের ওয়েবসাইটে, এক খোলা চিঠিতে তাদের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছে “এ সিদ্ধান্ত নেয়ার পেছনে বহু কারণ রয়েছে।In una lettera aperta pubblicata sul proprio sito ufficiale, i musicisti dell'orchestra del Teatro Colón spiegano le ragioni di questa decisione:
8আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, থিয়েটার প্রশাসন আমাদের মানসিক সন্ত্রাসী, এমনকি মাফিয়া পর্যন্ত আখ্যা দিয়ে পদ্ধতিগত ভাবে আমাদের অবস্থানের অবনতি ঘটিয়েছে।
9এই সরকার এই থিয়েটারের কর্মচারীদের জীবন অনিশ্চিত করে, বাইরের ব্যক্তিদের মাধ্যমে কাজ করিয়ে, শৃঙ্খলা সৃষ্টির নামে ও আরও অনেক শ্রম ভিত্তিক নির্যাতন ঘটানোর মত পরিস্থিতির সৃষ্টি করে, এমনকি তারা আমাদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করেছে”।Le motivazioni sono infinite; non dimentichiamo che la Direzione del Teatro sta peggiorando ulteriormente la nostra situazione dal momento che ci ha definito “terroristi psicotici” quasi fossimo dei mafiosi…Questo governo ha intenzione di rendere precario il lavoro nostro e di tutto il personale del teatro, adottando, tra tanti altri abusi sul lavoro, l'outsourcing e calpestando persino i nostri diritti costituzionali.
10ট্রেট্রো কোলোনের ভেতরের সাজসজ্জা। ছবি ফ্লিকার ব্যবহারকারী রজার শুলজের (সিসি বাই ২.Interno del the Teatro Colón, foto di Roger Schultz, ripresa da Flickr con Licenza Creative Commons BY 2.0
11০) ২০১০ সালে টেট্রো কোলনের পুনরায় উদ্বোধনের সময় থেকে এই বিরোধের শুরু।La disputa ebbe inizio nel 2010, con la riapertura del Teatro Colón e si inasprì ulteriormente in seguito all'annullamento di vari concerti.
12এরপর থেকে পরিস্থিতি খারাপের দিকে গড়াতে শুরু করে গত বছর কিছু পরিবেশনা বাতিল করার মধ্য দিয়ে,যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।In più, il direttore del Teatro Pedro Pablo García Caffi ha dichiarato, la scorsa settimana, la sospensione della vendita degli abbonamenti teatrali per tutto l'anno.
13এর পরিণতি হিসেবে, থিয়েটারের পরিচালক পেদ্রো পাবলো গার্সিয়া কাফি গত সপ্তাহে ঘোষণা দেন যে, এ বছরে থেকে অপেরার টিকেটের মূল্য কমিয়ে আনার জন্য যে অনুদান প্রদান করা হত তা বাতিল করা হচ্ছে।Nell'articolo “El público amante de la ópera que esta solo y espera…” (Gli amanti dell' opera sono soli ed aspettano…), Enrique Sirvén critica i disagi avvenuti lo scorso anno e spera che la nuova stagione si apra in un clima più sereno:
14‘অপেরা প্রেমিরা একা ও অপেক্ষমান' নামক এক প্রবন্ধে এনরিক সার্ভেন গত বছরের উত্তেজনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আশা করেনে যে নতুন বছরের শুরুটা শান্তিপূর্ণ হবে।Spero che l'apertura del Teatro Colón sia definitiva, dopo una stagione come quella passata, molto breve e alla fine interrotta dopo una lunga pausa, vorrrei veder realizzati tutti gli spettacoli in programma per la nuova stagione.
15“ গত বছর যা ঘটেছে তার পরেও, আমি আশা করি এ বছরে কোলন থিয়েটারের উদ্বোধন শান্তিপূর্ণ ভাবেই হবে, এখানে সমস্যা সমূহকে কমিয়ে আনতে বাধ্য করা হবে এবং লম্বা এক বিরতির পর বিরামহীন ভাবে অনুষ্ঠান হবে।Il personale del Teatro Colón ha manifestato un certo malcontento nei confronti del governatore liberale di Buenos Aires e responsabile della gestione del teatro Mauricio Macri.
16নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা পরিবেশিত হোক”।Per un resoconto dettagliato delle varie contestazioni è possibile visitare il blog Habitúes del Teatro Colón.
17টেট্রো কোলনের কর্মচারি বৃন্দ বুয়েন্স আয়ার্স শহরের রক্ষণশীল প্রধান মরিচিও মাক্রির বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে।Tra le altre cose, si punta il dito contro i tagli del personale, la gestione del patrimonio immobiliare del teatro e le sanzioni ai danni di alcuni leader della protesta.
18তিনি টেট্রো কোলন প্রশাসনের প্রধানের দায়িত্বে আছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সারমর্ম হাবিতুয়েস ডেল টেট্রো কোলন-এ [স্প্যানিশ ভাষায়] পাওয়া যাবে।Il blog En defensa del Teatro Colón (Difesa del Teatro Colón) spiega perchè il piano di ristrutturazione ideato dal governo della città danneggerebbe l'architettura dell'antico edificio, inaugurato nel 1908.
19এখানকার বাদ্যযন্ত্রীরা, কর্মচারী ছাটাই এবং থিয়েটারের সাজসজ্জা ব্যবস্থাপনার সমালোচনা করেন, একই সাথে প্রতিবাদকারী কিছু নেতার বিরুদ্ধে আনীত অভিযোগের সমালোচনা করেন।Sei anni fa il governo di Buenos Aires diede inzio ad un ambizioso piano di ristrutturazione e restauro di questo storico monumento nazionale [Teatro Colón].
20এন ডিফেন্সে ডেল টেট্রো কোলন[স্প্যানিশ ভাষায়] (টেট্রো কোলনকে রক্ষা করা) নামে একটি ব্লগ নগর প্রশাসকের পুনর্নির্মাণ পরিকল্পনা কিভাবে এই থিয়েটারের স্থাপত্যকে ক্ষতিগ্রস্ত করেছে- তা ব্যাখ্যা করেছে, যা ১৯০৮ সালে চালু হয়েছিল।
21“ছয় বছর আগে বুয়েন্স আয়ার্স প্রশাসন এই জাতীয় ভাস্কর্যের [টেট্রো কোলন] পুন:সজ্জা এবং সংস্কার প্রক্রিয়ার মত এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হাতে নেয়।Il cosiddetto “Masterplan”…. progettato ed eseguito da professionisti con scarsa esperienza in questo campo, mette a repentaglio l'integrità e l'autenticità della storica struttura… e della sua acustica, considerata la migliore di tutti gli auditorium del mondo.
22এই তথা কথিত “বিশাল পরিকল্পনাটি” স্বল্প অভিজ্ঞ পেশাদারদের দ্বারা নকশা এবং সম্পাদন করা হয়, যা এই ঐতিহাসিক কাঠামোর সম্বন্বিত এবং মৌলিকতাকে -এবং তা এর ধ্বনি সৃষ্টির ক্ষমতা, সে সবকে বিপন্ন করে ফেল, টেট্রো কোলোন অডিটোরিয়ামকে সুন্দর শব্দ তৈরির ক্ষেত্রে বিশ্বের সেরা অডিটোরিয়াম হিসেবে বিবেচনা করা হয়।”
23টেট্রো কোলনের এক কর্মী কার্লোস ফার্নান্দেজ রেডিও পার্লামোতে এই ব্যাপারে তার মতামত দেন।Un impiegato del Teatro Colón, Carlos Fernandez, interviene su Radio Palermo.
24হার্প বাদক ও ব্লগার ‘মানোস ম্যাজিকাস' (যাদুর হাত) ২৫ মার্চের প্রতিবাদ কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীদের সমর্থন দেন :L'arpista e blogger ManosMágicas (Magic hands) prende le difese dei componenti dell'orchestra, che il 25 marzo vorrebbero tenere un concerto di protesta:
25এই সব মূল্যবান শিল্পী গণ যারা আমাদের দেশীয় সংস্কৃতি ও শ্রোতাদের সাথে যুক্ত আছেন, আমি তাদেরকে সমর্থন করি। তারা শুধু শান্তিতে কাজ করতে আর তারা যা শিখেছেন, সে সব শিল্প চালিয়ে যেতে চান।Sono d'accordo con questi artisti di valore che, vincolati dalla cultura nazionale e dal pubblico, vorrebbero semplicemente poter lavorare serenamente e mettere in pratica l'arte per la quale hanno tanto studiato.
26অবশেষে, প্লাসিডো ডোমিঙ্গোতে উন্মুক্ত কনসার্টটি ১২০,০০০-এর বেশি লোকের সমাগমের মাধ্যমে সফল (স্প্যানিশ ভাষায়) ভাবে পরিসমাপ্ত হয়েছে।Alla fine, il concerto all'aperto ha ottenuto un grande successo, più di 120,000 persone erano lì ad ascoltare Plácido Domingo.
27ইউটিউব ব্যবহারকারী গাফগাফগারিওন কনসার্টের এই ভিডিওটি আপলোড করেছেন।Un utente di YouTube GafGafgarion ha pubblicato il seguente video relativo al concerto:
28গায়ক, কোলনের শিল্পীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের প্রতি আহ্বান জানান যেন তারা নগর প্রশাসনের সাথে সমঝোতা চুক্তির এক উপায় বের করে।Il tenore ha espresso solidarietà ai musicisti del Colón e li ha esortati a trovare un accordo con il governo della città.
29তিনি ২০১২ সালে, আবার বুয়েনোস আয়ার্সে ফেরার প্রতিশ্রুতিও প্রদান করেছেন।Ha inoltre promesso di voler tornare a Buenos Aires nel 2012.