# | ben | ita |
---|
1 | ‘সিরিয়া আনটোল্ড’: সিরীয় বিপ্লবের গল্প বলা | Parte ‘Syria Untold’, storie quotidiane di resistenza e attivismo |
2 | সিরীয় গণজাগরণের দু বছরের বেশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও যখন সেখানে লড়াই চলছে , সেখানে দশক পর দশক ধরে বিচ্ছিন্ন এবং নিরবতার পর নতুন এক আত্ম প্রকাশ ক্রা এবং সৃষ্টিশীল সিরিয়ার উত্থান ঘটেছে, হরতাল থেকে অবস্থান ধর্মঘট, সৃষ্টিশীল গান ও ব্যানার থেকে নাগরিকদের অজস্র বিক্ষোভ, দেশটির একনায়কের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিরোধ, বিশেষ করে সে সব সংবাদ যা মূল ধারার প্রচার মাধ্যমে উঠে আসে না, সেই সব সংবাদ তুলে ধরার মাধ্যমে। | A più di due anni dallo scoppio delle proteste e del propagarsi degli scontri, una nuova Siria, creativa ed aperta, è emersa dopo decenni di isolamento e silenzio. Dagli scioperi ai sit-in, dalle canzoni agli striscioni fino alle innumerevoli manifestazioni dei cittadini, la resistenza quotidiana contro la tirannia procede pur nel silenzio delle testate tradizionali. |
3 | গত কয়েক মাস ধরে আমি এক ডিজিটাল মিডিয়া প্রজেক্টে, সিরিয়ার একদল সাংবাদিক, লেখক, প্রোগ্রামার এবং ডিজাইনারদের সাথে কাজ করছি, যারা সিরিয়া এবং বিদেশে বাস করে, যারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধারার বিষয়ে মনোযোগ প্রদান করে। | Negli ultimi mesi un gruppo di giornalisti, scrittori e programmatori basati in Siria ed all'estero ha lavorato su un progetto mirato a raccontare la storia di questa rivoluzione sui media digitali. |
4 | সিরিয়া আনটোল্ড-এর উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত, ১৪ মে হচ্ছে আমাদের বিশেষ সেই দিন। | Adesso siamo pronti a lanciare Syria Untold |
5 | আমাদের প্রজেক্ট হচ্ছে কন্টেন বা লেখনী যা কিনা সোশ্যাল মিডিয়া এবং সংগৃহীত তথ্য ও মাঠ পর্যায়ের একটিভিস্টদের মৌলিক লেখার সাথে মিশিয়ে আমাদের দলের তৈরী করা লেখা। সিরিয়া আনটোল্ড-এর দুটি সংস্করণ রয়েছে, ইংরেজী এবং আরবি। | Il nostro progetto combina l'aggregazione di contenuti dei social media con informazioni dagli attivisti sul campo e materiale originale creato dal nostro team - il tutto sia inglese che in arabo. |
6 | আমরা মাঠ পর্যায়ের আন্দোলন, নাগরিক অবাধ্যতা, শিল্প এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে গণজাগরণের কাহিনীর প্রতি মনোযোগ প্রদান করব, এই সমস্ত কণ্ঠস্বরের কাহিনী, যা কিনা সাধারণত মূল ধারার প্রচার মাধ্যমে প্রকাশ হয় না। | Ci concentreremo sulla storia delle rivolte vista tramite le campagne degli attivisti, la disobbedienza civile, l'arte e la creatività. La storia delle voci che non vengono ascoltate dai media tradizionali. |
7 | সিরিয়ায় ক্রমে সামরিক অভিযান বৃদ্ধি এবং নাগরিকদের সকল প্রকার মত প্রকাশকে দমন করার শাসকদের প্রচেষ্টার প্রেক্ষাপটেও প্রতিদিন প্রতিরোধের কাহিনী জন্ম নিচ্ছে। | La storia della resistenza quotidiana, che continua nonostante la militarizzazione ed i tentativi del governo di mettere a tacere i cittadini, soffocando qualsiasi forma di libertà di espressione. |
8 | আমরা এই সমস্ত কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং এই প্রেক্ষাপটকে বোঝার ক্ষেত্রে অন্যদের সাহায্য করতে চাই। | Vogliamo far ascoltare e far comprendere queste voci. |
9 | সিরিয়ার আনটোল্ড-এর সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন কাজ করবে। নাগরিক কন্ঠ ও মাঠ পর্যায়ের উদ্যোগের প্রতি গ্লোবাল ভয়েসেস-এর আগ্রহের কারণে সিরিয়া আনটোল্ড-এ প্রকাশিত হওয়া পোস্টগুলো গ্লোবাল ভয়েসেস-এর সম্পাদকরা সম্পাদনা করবে এবং স্বেচ্ছাসেবকেরা তা অনুবাদ করবে। | Syria Untold lavorerà in partnership con Global Voices Online: gli articoli appariranno verranno anche rivisti e tradotti dai volontari di Global Voices, come parte del progetto di diffusione dell'attivismo e delle iniziative dal basso. |
10 | এই বিষয়টিকে সফল করার জন্য আমাদের সকলের সাহায্য প্রয়োজন, তাই #সিরিয়াআনটোল্ড-এর সাথে থাকুন! http://www.syriauntold.com/ | Abbiamo bisogno di tutti voi per farci sentire, perciò restate sintonizzati su #syriauntold e su http://www.syriauntold.com/ |
11 | সিরিয়া আনটোল্ড সম্বন্ধে: সিরিয়া আনটোল্ড হচ্ছে একটি স্বাধীন মিডিয়া প্রজেক্ট যা সিরিয়ার এই চলমান সংঘর্ষ এবং প্রতিরোধের বিভিন্ন কাহিনী অনুসন্ধান করছে । | Syria Untold è un progetto indipendente di storytelling basato sui media digitali, allo scopo di seguire la rivolta siriana e le diverse forme di resistenza. |
12 | আমরা, সিরিয়ার একদল লেখক, সাংবাদিক, প্রোগ্রামার এবং ডিজাইনার, যারা সিরিয়া ও সিরিয়ার বাইরে বাস করি, তারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধরার চেষ্টা করছি, যা কিনা সিরিয়ার বিভিন্ন পুরুষ ও নারী প্রতিদিন লিখে যাচ্ছে। | Siamo un team di scrittori, giornalisti, programmatori e designer siriani che vivono nel Paese e/o all'estero, uniti dal desiderio di far conoscere le tappe della rivolta che uomini e donne portano avanti giorno dopo giorno. |
13 | এক দশকের নিপীড়ন এবং স্থবির হয়ে থাকার পর মাঠ পর্যায়ের লড়াই-এ নাগরিক সৃষ্টিশীলতায় নিজস্ব ব্যবস্থাপনা এবং স্বয়ং শাসন ও বিরামহীন ভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার মাধ্যমে নতুন এক সিরিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। | Attraverso campagne dal basso, forme di auto-organizzazione ed auto-gestione, innumerevoli manifestazioni di percorsi creativi di cittadinanza attiva, una nuova Siria sta emergendo dopo decenni di repressione e paralisi. |
14 | যেখানে মূল ধারার প্রচার মাধ্যমগুলো ক্রমশ অঞ্চলগত পরিপ্রেক্ষিত এবং সামরিক দিক থেকে ঘটনাবলী বিশ্লেষণ করছে, আর সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন গতিশীলতার প্রতি কম মনোযোগ প্রদান করছে, সেখানে আমরা বিশ্বাস করি যে সিরিয়ার এই সংঘর্ষের অনেক দিক এখনো অনাবিষ্কৃত, অনেক কাহিনী যা উপেক্ষা করার মত বিষয় নয়, তা ভুলে যাওয়া হয়েছে। | Con i media tradizionali impegnati ad analizzarne gli aspetti geopolitici e militari piuttosto che le dinamiche interne, crediamo che ci siano tante caratteristiche della rivolta siriana non ancora prese in considerazione, storie di resistenza e di creatività quotidiane che non vogliamo vengano dimenticate. |
15 | প্রতিদিনের প্রতিরোধ এবং সৃষ্টিশীলতার কাহিনীতে স্বাগতম, সিরিয়ার আনটোল্ড-এ স্বাগতম। | Benvenuti a Syria Untold. |