# | ben | ita |
---|
1 | রাশিয়া:”স্পাশিবো” জনকল্যাণে রাশিয়ান ব্যবহৃত সামগ্রীর বিক্রয়কেন্দ্র | Russia: “Spasibo!”, vestiti usati e altro per beneficenza |
2 | ইউরোপিয়ানদের জন্য, খুচরা বিক্রেতাদের কাছে জনকল্যাণকর ব্যবহৃত সামগ্রীর বিক্রয় প্রতিষ্ঠানগুলি জনপ্রিয়। | Anche per gli europei, i negozi di abbigliamento usato a scopo di beneficenza (charity shop) stanno diventando una realtà nota e apprezzata. |
3 | রাশিয়ায় এই মডেল আপাতভাবে অপরিচিত, ”স্পাশিবো” (ধন্যবাদ) এর আবির্ভাব জনগোষ্ঠীকে নতুন ধারার দিকে সূচনা করতে উদ্দীপ্ত করছে। | Sebbene questa tipologia di vendita sia ancora abbastanza sconosciuta in Russia, la comparsa della community online “Spasibo!” |
4 | আজ, জনকল্যাণকর বিক্রয় প্রতিষ্ঠান স্পাশিবো! | (“Grazie!”) ha avviato lo sviluppo di un nuovo movimento proprio in questa direzione. |
5 | উদ্ভাবনশীল সামাজিক প্রকল্পগুলোতে আগ্রহী মানুষদের একত্রিত করছে। | Attualmente “Spasibo!” riunisce persone impegnate in progetti sociali innovativi. |
6 | জনকল্যাণকর বিক্রয় প্রতিষ্ঠান, যা থেকে রাশিয়ানরা শিখছে, জনকল্যাণে অতিরিক্ত পোশাক বিতরণ এবং জনকল্যাণকর কাজের জন্য তহবিল সংগ্রহ করার কার্যকরী মডেল হতে পারে। | I russi stanno imparando che il negozio di abbigliamento usato può essere un modello efficace per distribuire vestiti in eccesso e raccogliere fondi per cause benefiche. |
7 | স্পাশিবো! স্পাশিবো! | Home page del sito “Спасибо!” |
8 | সেন্ট পিটার্সবার্গের বেশ কয়েকটি স্থানে রয়েছে, সবগুলো একটি সাধারণ নীতির ভিত্তিতে পরিচালিত: নাগরিকরা ভাল অবস্থায় যা কিছু নিয়ে আসুক, এবং পরবর্তীতে তারা বাছাই করে এবং বিক্রয় প্রতিষ্ঠান ও জনকল্যাণে পাঠায়। | “Spasibo!” ha diverse sedi a San Pietroburgo, tutte funzionanti secondo un semplice principio: i cittadini portano qualunque capo in buone condizioni, e subito dopo questi vengono sistemati e distribuiti a negozi e associazioni di beneficenza. |
9 | প্রকল্পের কর্মী বাহিনী কর্তৃক বিতরণের অনুসৃত নীতিঃ শহরাঞ্চলের বিভিন্ন ধরনের জনকল্যাণের জন্য ৯০% অনুদান বিতরণ করা হয় এবং ১০% পুনরায় বিক্রয়ের জন্য বিক্রয় কেন্দ্রে প্রদর্শন করা হয়। | Il team di progetto ha stabilito la seguente formula “di distribuzione”: il 90% delle donazioni viene inviato a differenti enti di beneficenza locali, e solo il 10% viene collocato sugli scaffali del negozio, e può essere rivenduto. |
10 | ব্যয় ব্যতীত যে কোন লাভ জনকল্যাণে দান করা হয় । | Eventuali profitti al netto delle spese vengono devoluti in beneficenza. |
11 | ব্যবহারকারী হিসাবে লাকোমকা জানাচ্ছেন [রাশিয়ান]: | L'utente Lakomka condivide [ru] le sue opinioni: |
12 | আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এই বিস্ময়কর বিপণন প্রতিষ্ঠানটি পেয়েছি। | Sono felice che ci sia anche qui questo meraviglioso negozio! |
13 | আমি অবশ্যই আমার ক্ষুদ্র অনুদান প্রদান করব। | Darò sicuramente il mio contributo. |
14 | কারণ, আপনি যখন ভাল কিছু করবেন, তখন সেটি আপনার আত্মাকে উষ্ণ করবে! =) | Del resto, fare del bene riscalda l'anima! =) |
15 | জনকল্যাণকর বিক্রয় প্রতিষ্ঠানের ধারণা দ্রুত প্রসার লাভের জন্য, স্পাশিবো! প্রকল্প কেন্দ্রীয় রাশিয়ার বাহিরে বেশকিছু বিপণন প্রতিষ্ঠান চালু করার বিষয়ে সাহায্য করেছে। | Diffondendo l'idea del negozio di abbigliamento usato in tutto il Paese, il progetto “Spasibo!” ha contribuito all'apertura di numerosi altri negozi anche lontano dal centro di Russia. |
16 | প্রকল্প পরিচালক আগ্রহীদের সব ধরণের সহায়তার জন্য সদা প্রস্তুত । | I manager di progetto sono pronti a fornire tutta l'assistenza possibile a chiunque sia interessato. |
17 | সামাজিক প্রকল্প | Progetti sociali |
18 | স্পাশিবো! | “Spasibo!” |
19 | সাংস্কৃতিক, শিক্ষা এবং পরিবেশগত উদ্যোগ একইসাথে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ, প্রকল্প সৃষ্টি এবং শিক্ষানবিশদের তালিকাভূক্তির সাথে জড়িত। স্পাশিবো! | è impegnato in iniziative culturali, educative e ambientali, compresa la formazione dei volontari, l'avvio di vari progetti e l'ingaggio di stagisti. |
20 | এর কার্যক্রম প্রকৃত সময়ের ভিত্তিতে পরিচালিত। প্রকল্পের ওয়েব সাইট বিপণন প্রতিষ্ঠানের অনলাইন সহায়তা প্রদান করছে এবং এতে মোবাইল প্রযুক্তি যুক্ত। | Le attività di “Spasibo!” avvengono in tempo reale: il sito web del progetto fornisce supporto on-line per il negozio, e c'è anche una app per gli smartphone. |
21 | স্পাশিবো! এর ওয়েব সাইটে জনকল্যাণকর বিপণন প্রতিষ্ঠানের মডেল, প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ভবিষ্যৎ উদ্যোগের বর্ষ বিবরণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। | Sul sito “Spasibo!” gli utenti possono trovare informazioni esaustive sui negozi di abbigliamento usato, saperne di più sul progetto e dare un'occhiata al calendario eventi. |
22 | মূল [রাশিয়ান] | Post originale [ru] |