Sentence alignment for gv-ben-20140114-41234.xml (html) - gv-ita-20140202-90138.xml (html)

#benita
1জাপানের নুতন মহাবিশ্ববিজ্ঞান সরকারি বিদ্যালয়ে মেয়েরা অনুমোদিত নয়Giappone: La nuova scuola pubblica di cosmologia non è adatta per le ragazze
2সুকুবার জাক্সা মহাকাশ সেন্টার থেকে ছবিটি তুলেছেন ফিল নাল (সিসি বাই-এনসি)Foto del Centro Spaziale Jaxa a Tsukuba, fatta da Phil Knall (CC BY-NC)
3জাপান অ্যারোস্পেস অনুসন্ধান এজেন্সির (জেএএক্সএ) সহযোগিতায় জাপানে একটি নুতন পাবলিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয়টি মহাবিশ্ববিজ্ঞান বিষয়ে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশেষায়িত।In Giappone, una nuova scuola statale della prefettura di Kagoshima, nel profondo sud, specializzata nell'insegnamento della cosmologia, in collaborazione con l'Agenzia per l'Esplorazione Aerospaziale Giapponese (JAXA), è pronta a reclutare studenti provenienti da tutto il paese.
4সমগ্র জাপান থেকে শিক্ষার্থী সংগ্রহ করতে কাগোশিমা প্রশাসনিক এলাকার সর্বদক্ষিণে অবস্থিত সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে।
5বিদ্যালয়টি উচিনৌরা মহাশূন্য কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
6২০১৫ সালের এপ্রিল মাস থেকে বিদ্যালয়টিতে ৭ম শ্রেণী থেকে ১২শ শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হবে।La scuola dista 20 km dal Centro Spaziale Uchinoura [it] e, a partire da aprile 2015, ospiterà studenti dalle medie alle superiori.
7এটিই প্রথম একটি বিদ্যালয় হতে যাচ্ছে যেখানে সকল ছাত্রদেরকে আবাসিক হলে বসবাস করতে হবে।Sarà la prima scuola statale dove sarà richiesto a tutti gli studenti di vivere nel dormitorio.
8এই খবরের প্রেক্ষিতে ওয়েব ব্যবহারকারীদের মাঝে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।Le reazioni sul web sulla novità di questa scuola sono state molto positive.
9টুইটার ব্যবহারকারী রিরিরি একজন শিক্ষার্থী। তিনি বেশ উত্তেজনা নিয়ে মন্তব্য করেছেনঃLo studente Ririri su Twitter commenta con entusiasmo [ja, come tutti i link seguenti, salvo diversa indicazione]:
10এমন একটি বিদ্যালয় যেখানে “মহাবিশ্ববিজ্ঞান” পড়ানো হবে, এটি অভাবনীয়।Una scuola che insegna “cosmologia” è fantastica.
11শুনতে বেশ উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে।Sembra emozionante.
12আমি আশা করি এমন একটি বিদ্যালয় মহাশূন্য কালের ভবিষ্যত বিষয়ে নেতৃত্ব প্রদানে জাপানকে সাহায্য করবে!Spero che una scuola del genere possa aiutare il Giappone e guidare il futuro nell'era dell' esplorazione spaziale!
13ব্যবহারকারীদের কেউ কেউ এই বিদ্যালয়টি এবং টুইন স্পিকা নামের একটি ধারাবাহিক কমিকস বইয়ের মাঝে সংযোগ স্থাপন করেছেন।
14কমিকস হচ্ছে উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একদল জাপানিজ শিক্ষার্থীদের সম্পর্কে একটি বিজ্ঞান কল্পকাহিনী। তাদেরকে নভোচারী হবার জন্য বিদ্যালয়ে প্রশিক্ষণ দেয়া হয়।Alcuni hanno paragonato la scuola alla serie a fumetti chiamata Twin Spica [it], una storia di fantascienza su un gruppo di alunni giapponesi delle scuole superiori, che studiano per diventare astronauti.
15এই কমিকস বইটির প্রধান চরিত্র হচ্ছে আসুমি কামোগাওয়া নামের একজন ছাত্রী। সে টোকিও মহাকাশ একাডেমিতে ভর্তি হয়ঃNel fumetto il personaggio principale, una ragazza di nome Asumi Kamogawa, entra nell'Accademia Spaziale Giapponese:
16আসুমি কামোগাওয়া অভিনীত মাঙ্গা ভলিউম ফিচারিং প্রথম টুইন স্পিকার কভার ফটো।[ ছবিটি উইকিমিডিয়া, @মিডিয়াফ্যাক্টরি থেকে পাওয়া]Copertina del primo volume del manga Twin Spica con la protagonista Asumi Kamogawa (immagine tratta da Wikipedia, ©mediafactory)
17এটি আমাকে টুইন স্পিকারের কথা মনে করিয়ে দিয়েছে।Mi ricorda Twin Spica.
18মনে হচ্ছে, আমার মতো আরো অনেক জনকেই এটি টুইন স্পিকারের কথা মনে করিয়ে দিয়েছে।Sembra che a molte persone ricordi Twin Spica, esattamente come a me.
19যাইহোক, বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক কমিকস বইয়ের বর্ণিত বিদ্যালয়টি এবং এই নুতন পাবলিক বিদ্যালয়টির মাঝে একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ পার্থক্য আছেঃ শেষোক্তটিতে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে।
20টুইটার ব্যবহারকারী এপিআইসিএ [জাপানিজ] বিস্মিত হয়ে হতাশা প্রকাশ করেছেনঃ বিদ্যালয়টি বেশ কল্পনা সমৃদ্ধ।Comunque c'è una differenza rilevante tra la scuola del fumetto di fantascienza e quella statale: in quella vera saranno ammessi soltanto i ragazzi.
21কিন্তু এটি শুধুমাত্র ছেলেদের জন্য হবে কেন?L'utente APICa su Twitter esprime stupore unito a disappunto:
22যেখানে আমাদের এতো নারী নভোচারী রয়েছে। অন্যান্য আরো অনেক উচ্চ বিদ্যালয় আছে, যেখানে ছেলে ও মেয়েরা একই আবাসিক হলে বসবাস করে থাকে!La scuola è talmente romantica, ma perchè la destiniamo solo ai ragazzi se esistono astronauti donne e ci sono altre scuole superiori con dormitori aperti ad entrambi i sessi?
23হাতেনা বুকমার্ক ব্যবহারকারী উনিম্মো সংশয় প্রকাশ করে মন্তব্য [জাপানিজ] করেছেন, হয়তোবা বিদ্যালয়টি অনিচ্ছাকৃতভাবে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেঃUnimmo, utente di Hatena, commenta con sospetto se la scuola stia intenzionalmente facendo un atto di discriminazione contro le donne:
24আপনারা কি বলতে চাইছেন যে মহাকাশ নারীদের জন্য নয় ?State dicendo che lo spazio non è adatto alle donne?
25ইয়ুকি বিবেচনা করে বলেছেন, হতে পারে সিদ্ধান্তটি লিঙ্গ সম্পর্কে চিন্তা করে নেয়া হয়নি, বরং অর্থনৈতিক দিকটি ভাবা হয়েছেঃL'utente Yuki pensa se la decisione sia meno legata al sesso e più ad una considerazione economica:
26যেখানে নারী নভোচারী রয়েছে, সেখানে এমন একটি ব্যাপার দুঃখজনক।E' triste quando ci sono lì fuori astronauti donne.
27হতে পারে শুধুমাত্র খরচের জন্য এটি কেবলমাত্র ছেলেদের জন্য করা হয়েছে।Forse è riservata solo agli uomini per un fatto di costi?
28যেভাবেই হোক, খবরটি অনলাইনে লিঙ্গ বৈষম্য ইস্যুটিকে উস্কে দেয়নি। যদিও অনেক ব্যবহারকারীই এই সীমাবদ্ধতা নিয়ে তাদের হতাশা ব্যক্ত করে চলেছেন।Le notizie, comunque, non hanno alimentato un dibattito online sulle questioni legate al sesso, sebbene molti continuino ad esprimere il loro disappunto.
29ছেলেদের একচ্ছত্র আধিপত্য থাকা সত্ত্বেও এই অনুপম বিদ্যালয়টি ক্রমাগতভাবে মহাকাশ প্রিয় ইন্টারনেটবাসীদের মনোযোগ আকর্ষণ করে চলেছে।A dispetto della regola solo-uomini, la scuola, unica nel suo genere, probabilmente continuerà ad attirare l'attenzione dei netizen amanti dello spazio.
30শিরোনাম সহ এই পোস্টটি সহ-সম্পাদনা করেছেন এল. ফিঞ্চ।L'articolo, incluso il titolo, è stato ri-editato da L.Finch