Sentence alignment for gv-ben-20101010-13067.xml (html) - gv-ita-20101009-25327.xml (html)

#benita
1পেরু: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মারিও ভার্গাস য়োসাPerù: il Nobel per la Letteratura a Mario Vargas Llosa
2৭ অক্টোবর বৃহস্পতিবার পেরুর লোকেরা এমন এক সংবাদে জেগে উঠল যাকে বলা হচ্ছে “বছরের সেরা” সংবাদ: সুইডেনের নোবেল একাডেমি মারিও ভার্গাস য়োসাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেছে।Giovedì 7 ottobre i peruviani si sono svegliati con quella che è stata definita “la notizia dell'anno”: l'Accademia Svedese [it] ha assegnato [en] il Premio Nobel per la Letteratura a Mario Vargas Llosa [it].
3জোসে মারিও পেদ্রো ভার্গাস য়োসা ১৯৩৬ সালে আরেকুইপাতে জন্মগ্রহণ করেন।José Mario Pedro Vargas Llosa è nato nel 1936 a Arequipa [it].
4শৈশবেই তার পিতামাতার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে তার নানার পরিবারের সাথে বলিভিয়ার কোচাবাম্বাতে চলে যায়।Da bambino, dopo il divorzio dei genitori, si è trasferito con la famiglia materna a Cochabamba [it], in Bolivia.
5পরে আবার পুরো পরিবার পেরুতে ফিরে আসে, কারণ সে সময় তার নানা উত্তর পেরুর পিউরা শহরের এক কূটনৈতিক পদে যোগ দেয়।In seguito l'intera famiglia è però tornata in Perù, quando il nonno ha ricevuto un incarico diplomatico a Piura [it], nel nord del Paese.
6দশ বছর বয়সে তিনি লিমায় চলে যান। সেখানে তিনি প্রথমবারের মত তার বাবার দেখা পান।All'età di dieci anni si è poi trasferito a Lima [it] - dove ha conosciuto per la prima volta il padre.
7এর আগে তিনি জানতেন যে তার পিতা মারা গেছে।Fino ad allora lo aveva creduto morto.
8তিনি লিমার লিওনচিও প্রাডো সামরিক বিদ্যালয়ে যোগ দেন, তবে শীঘ্রই সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এবং পিউরায় তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন।Mario ha frequentato il Collegio Militare Leoncio Prado [es, come in tutti gli altri link, se non diversamente indicato] a Lima, da cui si è tuttavia ritirato per concludere gli studi scolastici a Piura.
9এর পর তিনি আইন এবং সাহিত্য নিয়ে পড়ার জন্য ন্যাশনাল ইউনির্ভাসিটি অফ সান মার্কোস-এ ভর্তি হন।Si è poi iscritto alla Università Nazionale Superiore di San Marcos per studiare Diritto e Letteratura.
10১৯ বছর বয়সে তিনি জুলিয়া উরকিদাকে বিয়ে করেন।
11উরকিদা ছিলেন তার মামীর বোন এবং তার চেয়ে ১৩ বছরের বড়। তরুণ বয়সেই তিনি পেরুর সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন।A 19 anni ha sposato Julia Urquidi, cognata dello zio materno, che aveva 13 anni in più, per poi iniziare subito a fare il giornalista per varie testate peruviane.
12যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, সে সময় তিনি স্পেনের রাজধানী মাদ্রিদের কমপ্লুটেনসে ইউনির্ভাসিটি নামক বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করেন।
13যখন তার এই বৃত্তির মেয়াদ শেষ হয় তখন তিনি এবং তার স্ত্রী প্যারিসে গমন করেন।Contemporaneamente alla laurea, Mario Vargas Llosa ha ricevuto una borsa di studio per la Università Complutense [it] di Madrid, in Spagna.
14১৯৬৪ সালে তার প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।Al termine del soggiorno, si è trasferito con la moglie a Parigi.
15এর একবছর পর তিনি তার চাচাতো বোন প্যাট্রিসিয়াকে বিয়ে করেন।Nle 1964 ha divorziato, per risposarsi un anno dopo con la cugina di primo grado Patricia.
16তাদের তিনটি সন্তান। আলভারো, গনজালো এবং মরগানা।La coppia ha tre figli: Álvaro, Gonzalo e Morgana.
17১৯৯০ সালে তিনি পেরুর রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু আলবার্তো ফুজিমোরির কাছে পরাজিত হন।Nel 1990 si è anche candidato alla presidenza del Perù, dove è stato poi eletto Alberto Fujimori [it].
18একাডেমি ভার্গাস য়োসাকে নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তার তার ক্ষমতা কাঠামোর বর্ণনা এবং ব্যক্তির প্রবল প্রতিরোধ, বিদ্রোহ এবং পরাজয়ের ছবি আঁকার জন্য।
19নোবেল পুরস্কার কমিটি য়োসাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের ঘোষনার সময় ৭, অক্টোবর ২০১০-এ সারভেন্তাস ইনিস্টিটিউট অফ নিউ ইয়র্ক-এ মারিও ভার্গাস য়োসা।L'Accademia ha deciso di premiare Vargas Llosa con il Premio Nobel “per la sua cartografia delle strutture di potere e le sue acute immagini della resistenza, della ribellione e della sconfitta dell'individuo”.
20ছবি ফ্লিকার ব্যবহারকারী গ্লোবোভিশন। এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২.Mario Vargas Llosa, Istituto Cervantes, New York City, 7 ottobre, dopo la notizia dell'assegnazione del Premio Nobel.
21০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা। .Foto di Globovision su Flickr, ripresa con licenza Creative Commons Attribution-NonCommercial 2.0 Generic
22যেমনটা আশা করা হয়েছিল, পেরুর ব্লগস্ফেয়ার এই সংবাদে মুখরিত হয়ে উঠেছে।Ovvimante la blogosfera peruviana si è entusiasmata per la notizia.
23জুয়ান সেপুট এর ব্লগ মাটে পাস্টর [স্প্যানিশ ভাষায়] এই সংবাদের পর স্থানীয় রেডিও-তে ভার্গাস য়োসা যে কথাগুলো বলেন, সেটি জানাচ্ছে:Il blog Mate Pastor, curato da Juan Sheput, rilancia le parole di Vargas Llosa durante una trasmissione radio locale:
24[মারিও ভার্গাস য়োসা] জানাচ্ছেন, যখন সুইডেনের নোবেল পুরস্কার একাডেমি তাকে এটা জানানোর জন্য ফোন করে যে, সাহিত্যে তার নোবেল পুরস্কার লাভের ঘোষণাটি ১৪ মিনিটের মধ্যে প্রদান করা হবে, সে সময় তিনি ভোর ৫.Ha raccontato che si trovava già nello studio a lavorare alle 5.30 di mattina, preparando le lezioni per il corso che tiene all'Università di Princeton [it], quando lo hanno chiamato dall'Accademia Svedese, comunicandogli l'imminenza dell'annuncio ufficiale.
25৩০ পর্যন্ত তার অফিসে কাজ করেছিলেন, পাঠদানের বিষয় প্রস্তুত করছিলেন।Mario Vargas Llosa ha risposto che pensava fosse uno scherzo, come accadde crudelmente anni fa allo scrittore italiano Alberto Moravia.
26কারণ তিনি প্রিন্সটাউন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।I blogger di Sophimania hanno pubblicato un post intitolato “Finalmente!
27সে সময় মারিও ভার্গাস য়োসা ভেবেছিলেন যে এটা বোধ হয় এক রসিকতা।Vargas Llosa ha vinto il Nobel per la Letteratura”:
28অনেক বছর আগে ইতালির লেখক আলবার্তো মোরাভিয়ায় সঙ্গে কেউ একজন এ রকম রসিকতা করেছিল।In una prima dichiarazione dagli Stati Uniti, Vargas Llosa ha detto di sentirsi “molto commosso e entusiasta” per il premio.
29সোফিমানিয়ার [স্প্যানিশ ভাষায়] ব্লগাররা একটি পোস্ট লিখেছে যার শিরোনাম “ অবশেষে! মারিও ভার্গাস য়োসা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করলেন”:Lo scrittore peruviano, che ha anche la nazionalità spagnola, vive per il momento a New York perchè svolge delle lezioni all'Università di Princeton.
30যুক্তরাষ্ট্র থেকে ভার্গাস য়োসা তার প্রথম বিবৃতিতে বলেন, এই পুরস্কার লাভে , তিনি প্রচণ্ড আনন্দিত এবং উচ্ছসিত”।
31পেরুর এই লেখক একই সাথে স্পেনেরও নাগরিক, তিনি এখন নিউ ইয়র্ক শহরে বাস করছেন।Il blog Marcamasi di Gustavo Alayza esprime sicuramente quanto i peruviani hanno pensato più di una volta:
32তিনি সেখানকার প্রিন্সটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।È stato l'eterno candidato.
33গুস্তাভো আলাইয়াজা তার ব্লগ মারকামাসিতে [স্প্যানিশ ভাষায়] একটি বিষয় প্রকাশ করেছেন যা নিশ্চিত ভাবে একবারের বেশি পেরুবাসীর চিন্তায় এসেছিল:Non erano molti i media che quest'anno avevano dato risalto al fatto che stavolta le cose erano diverse, che poteva vincere.
34দীর্ঘদিন ধরে তিনি এই পুরস্কারের দাবিদার।È stata una piacevole sorpresa.
35এবার খুব বেশি প্রচার মাধ্যম উল্লেখ করেনি যে এ বছর ভিন্ন কিছু ঘটবে।Jorge Mario Pedro Vargas Llosa ha ricevuto il Premio Nobel per la Letteratura 2010.
36যদিও তারা লিখেছিল, এবারও তার এই পুরস্কার পাবার একটা সম্ভাবনা রয়েছে।Nel post Nos siguen pegando abajo C.
37এটা এক দারুণ বিস্ময় উপহার দেওয়া।Valcárcel racconta il suo primo incontro letterario con Vargas Llosa:
38জর্জে মারিও পেদ্রো ভার্গাস য়োসাকে ২০১০ সালে নোবেল সাহিত্য পুরস্কার জন্য বেছে নেওয়া হয়েছিল।Avevo meno di dieci anni e nella biblioteca di casa mi era capitata tra le mani un'antologia di racconti peruviani.
39নস সিগুয়েন পেগানডো আবাজোর [স্প্যানিশ ভাষায়] ব্লগার সি.Avevo iniziato prudentemente, con i racconti più corti, lasciando quelli più estesi per altri momenti.
40ভালকারসেল আমাদের জানাচ্ছেন, কি ভাবে তিনি ভার্গাস য়োসার সাহিত্যের সাথে পরিচিত হলেন:Però dovevo ancora finire l'ultimo racconto, che chiudeva l'antologia, anche se non era il più lungo.
41সম্ভবত তখন আমার বয়স দশ বছরের কম।Avevo provato a leggerlo prima, ma mi sembrava strano.
42এবং আমি আমার পারিবরিক গ্রন্থাগারে পেরুর গল্পের এক সঙ্কলন পেলাম।Per me era quasi una finzione, alunni che si ribellavano al direttore di un collegio (militare?).
43খুব সাবধানে আমি সেখানকার সবচেয়ে ছোট গল্পটা পড়তে শুরু করলাম এবং সবচেয়ে বড় গল্পটি অন্য এক সময় পড়ার জন্য রেখে দিলাম।
44তবে সব শেষে যে গল্পটি পড়লাম সেটি এই গল্পগ্রন্থের শেষ গল্প ছিল।Il racconto si intitolava “I capi” ed era di Vargas Llosa.
45সেটি বইয়ের সবচেয়ে দীর্ঘ গল্পটি ছিল না। এর আগেও আমি গল্পটি পড়ার চেষ্টা করেছি, তবে তা আমার কাছে একটু অদ্ভুত ধরনের গল্প মনে হচ্ছিল।Su Twitter, il tag #vargasllosa è in continuo aggiornamento e “Mario Vargas Llosa” è diventato il trending topic numero uno per quasi 12 ore.
46আমরা কাছে তা একটা কল্পকাহিনী বলে মনে হয়েছিল,গল্পে স্কুলের ছেলেরা তাদের অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে (সামরিক বিদ্যালয়?) এই গল্পের নাম ছিল লস জেফাস (নেতারা)।
47ভার্গাস য়োসা এই গল্পটি লিখেছিলেন।Luis Alejo Rojas, (@Quest048) scrive:
48টুইটারে #ভার্গাসয়োসা হাসটাগ সবসময় তাজা সাংবাদ গ্রহণ করছে এবং প্রায় ১২ ঘন্টার জন্য সারা বিশ্বের টুইটারে মারিও ভার্গাস য়োসা একটি ধারায় পরিণত হয়েছিল।
49লুইস আলেজো রোজাস (@কোয়েস্ট ০৪৮) পোস্ট করেছে: চিন্তা করুন আমরা পেরুবাসীরা মারিও ভার্গাস য়োসার বদলে ফুজিমরিকে ভোট প্রদান করেছি।E pensare che noi peruviani abbiamo votato per Fujimori, invece che per Vargas Llosa; vent'anni dopo uno è in carcere e l'altro ha vinto il Nobel.
50২০ বছর পর একজন নোবেল পুরস্কার পেয়েছে আর অন্যজন কারাগারে বন্দি।
51” বাস্তবিক পক্ষে ভার্গাস য়োসা একজন ঝড় তোলা ব্যক্তি [ট্রোমে], এমনকি তার মেয়ের নাম রাখার ক্ষেত্রে সে অসাধারণ [কাপো] (তার মেয়ের নাম মরগানা)।
52আমি তার মেয়ের নাম রেখেছিলাম জুয়ানিতা: ওয়াল্টার মেলেন্ডেজ (@আমিগোপেরু) বিস্তারিতভাবে বর্ণনা করেন:In realtà, Vargas Llosa è un trome [“grande”], perfino nel dare il nome alla figlia (Morgana), io l'avrei chiamata semplicemente Juanita.
53আমি পেরুর বাসিন্দা……#ভাগার্সয়োসার দেশের লোক……Walter Meléndez (@amigoperu76) rilancia:
54ব্যাঙ্গ করে রিকার্ডো ফেরাগ্রিনো (@আইরিকিফেরাগ্রিনো) বলেছে:Sono del Perù… il Paese di #VargasLlosa……….
55এখন এটা জানা গেল যে সকলেই #ভার্গায়য়োসার লেখা পড়েছে এবং তারা লেখা পড়ে আসলেই খুশি।Ricardo Feregrino (@iRickferegrino) aggiunge con un po' di sarcasmo:
56৩ নভেম্বর মারিও ভার্গাস য়োসা তারা নতুন উপন্যাস প্রকাশ করবে। এর নাম এল সুয়েনো ডেল সেল্টা।E adesso risulta che TUTTI hanno letto #VargasLlosa e che la loro felicità è autentica.
57এটি রজার কাজেমন্টের জীবনী নিয়ে লেখা। তবে হয়ত এটি দি ড্রিম অফ সেল্টিক নামে ইংরেজিতে অনুবাদ করা হবে।Il 3 novembre Mario Vargas Llosa pubblicherà il suo nuovo romanzo, El sueño del celta [Il sogno del celta], sulla vita di Roger Casement [it].