Sentence alignment for gv-ben-20121106-32682.xml (html) - gv-ita-20121102-68716.xml (html)

#benita
1ফিলিপিনো রাজনীতিবিদদের লজ্জা দিয়ে অনলাইন প্রচারাভিযান “ইপাল”Filippine: campagna contro l'auto-promozione diffusa dei politici
2ফিলিপাইন্সে ২০১৩ সালের জাতীয় নির্বাচনের সময় রয়েছে আর মাত্র এক বছরেরও কম। তবে এর মধ্যেই দেশের রাজনীতিবিদদের সরকারের প্রকল্পগুলোতে (যেগুলো সরকারী অফিসের তহবিলে বা সহায়তায় চলে) নিজেদের নাম সংযোজনের মতো প্রচলিত অভ্যাসের বিরুদ্ধে নেট নাগরিকরা একটি অপমানজনক অনলাইন প্রচারাভিযান শুরু করেছে।A meno di un anno dalle elezioni nazionali del 2013, molti netizen hanno lanciato una campagna di accusa contro la pratica piuttosto comune dei politici filippini di inserire ovunque il loro nome in una varietà di progetti finanziati o sostenuti dal loro partito.
3এই রাজনীতিবিদদের “এপাল” ক্যাটাগরিতে ফেলা হয়েছে যেটি একটি ফিলিপিনো অপভাষা। এর অর্থ হচ্ছে “মনোযোগী অর্থপিশাচ”।Questi politici sono chiamati “epal”, che in gergo significa “cattura attenzione”: il termine deriva dal loro uso di fondi e programmi pubblici per promuovere la loro immagine attraverso manifesti e altri materiali pubblicitari.
4সরকারী তহবিল এবং প্রোগ্রাম ব্যবহার করে তেরপল এবং অন্যান্য প্রচার উপকরণের মাধ্যমে তাঁরা নিজেদের উন্নয়ন করে বলে তাঁদের এই নামকরণ করা হয়েছে।I fondatori dell'iniziativa incoraggiano le persone a inviare foto che mostrano politici “epal” su #epalwatch blog [en, come i link successivi tranne ove diversamente indicato].
5প্রচারাভিযান সূচনাকারীরা #এপালওয়াচ ব্লগ এ “এপাল” রাজনীতিবিদদের মুখোশ উন্মোচনকারী ছবি জমা দিতে জনগণকে উৎসাহিত করছে।Un'apposita pagina Facebook conta oltre 33.000 “mi piace” e dozzine di testimonianze fornite da utenti preoccupati.
6একটি এপাল বিরোধী ফেসবুক পাতায় ৩৩,০০০ এর উপর লাইক রয়েছে এবং সচেতন নেট নাগরিকরা অনেক ছবি জমা দিয়েছে।È partita anche una collaborazione con l'azienda informatica locale Kwan Initiatives per il lancio dell'app Instapatrol per smartphone.
7স্মার্টফোনের মোবাইল অ্যাপ্লিকেশন ‘ইন্সটাপাট্রল' এর মধ্যে একটা নতুন এপাল বিরোধী কার্যক্রম চালুর জন্য তাঁরা স্থানীয় আইটি কোম্পানি কওন ইনিশিয়েটিভসের সঙ্গে অংশীদারিত্বও শুরু করেছে।Grazie a questo nuovo servizio, gli utenti di Instapatrol adesso possono facilmente condividere foto su inondazioni, traffico, buche e altri incovenienti di tutti i giorni, ma anche foto riguardanti i politici “epal”.
8এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ‘ইন্সটাপাট্রল' ব্যবহারকারীরা এখন শুধুমাত্র খাবার, ট্রাফিক, রাস্তার গর্ত এবং অন্যান্য প্রাত্যহিক সমস্যার ছবিই নয় বরং “এপাল” রাজনীতিবিদদের ছবিও শেয়ার করতে পারবেন।
9এই সাইটে জমাকৃত “এপাল” ছবিগুলোর কিছু উদাহরণ দেওয়া হল যেগুলো নির্লজ্জপনা থেকে শুরু করে বুদ্ধিকৌশলময় কার্যক্রম দেখিয়েছে।Gli esempi di immagini “epal” inviate a questi siti varia dallo spudorato all'ingegnoso.
10দক্ষিণ ফিলিপাইনের দাভাও ডেল সুর রাজ্যে একটি কথিত রাজনৈতিক রাজবংশের স্থাপিত বিল বোর্ড একটি পোষ্টার হিসাবে “পরিবার প্রতিকৃতি” বর্ণনা করছে।Sotto si può vedere un manifesto pubblicitario di una presunta dinastia politica nella provincia meridionale delle Filippine Davao del Sur descritta dal poster come un “ritratto di famiglia”.
11নিচের ছবির মতো ম্যানিলার সব প্রধান সড়ক এবং পার্শ্ব রাস্তা বরাবর দেয়ালগুলো সাধারণত এসব প্রচারনার দ্বারা আক্রান্ত।I muri lungo le strade principali e laterali, come quelli di Manila qui sotto, sono i più colpiti da questo tipo di manifesti.
12সরকারী যানবাহন গুলোরও একই অবস্থা।Stessa sorte per i mezzi pubblici.
13নিচের শুভ হ্যালোইন তেরপল সরকারি কর্মকর্তাদের ছবিতে ভরপুর।Ecco poi un manifesto di Halloween completo con i volti di esponenti governativi.
14ইতিমধ্যে দুর্যোগ ত্রাণ সামগ্রীও ব্যবহার করা হচ্ছে “আগাম প্রচারণা” হিসেবে।Gli aiuti umanitari sono utilizzati contemporanemente per una “campagna elettorale anticipata.”
15এছাড়াও ফেসবুক ও অন্যান্য সামাজিক নেটওয়ার্কিং ভার্চুয়াল সাইটগুলিও এতে আক্রান্ত হয়েছে।Anche Facebook e altri social network sono stati invasi da questa tendenza.
16নিচের লোকটি রাষ্ট্রপতি নয়নয় আকুইনো এর পিসতুত ভাই যিনি একজন সিনেট সদস্যের পদপ্রার্থীঃQuesto è il cugino del presidente Noynoy Aquino, che a sua volta aspira a diventare senatore:
17এমনকি চিনাবাদামের মাখনও রক্ষা পায় নি।Neanche il burro di arachidi è stato risparmiato.