# | ben | ita |
---|
1 | মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যকে দেখা: কমান্ডার হ্যাডফিল্ড টুইটারে তার ছবি প্রদর্শন করেছেন | Spazio: Vedute mozzafiato del Medio Oriente fotografate da un astronauta |
2 | কানাডার নভোচারী Canadian astronaut ক্রিস হ্যাডফিল্ড , সম্প্রতি আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে পরিভ্রমণে মহাশূন্যে অবস্থান করছেন, সেখান থেকে তিনি টুইটারে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্দান্ত সব দৃশ্যাবলির ছবি প্রদর্শন করছেন। | L'astronauta canadese Chris Hadfield [en], al momento in orbita sulla Stazione Spaziale Internazionale, ha condiviso su Twitter vedute mozzafiato di tutto il mondo. |
3 | মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যের উপর তোলা তার কিছু ছবি এখানে প্রদর্শন করা হল। | Di seguito alcuni scatti del Medio Oriente condivisi dallo spazio. |
4 | আঙ্কারা: | Ankara |
5 | যখন আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন তুরস্কের উপর দিয়ে যাচ্ছিল, তখন তিনি তুরস্কের রাজধানী আঙ্কারার এই ছবিটি প্রদর্শন করেন। | Mentre si trovava in orbita sopra la Turchia ha condiviso questa fotografia della capitale Ankara, scrivendo: |
6 | তিনি টুইট করেন: @সিএমডিআর_হ্যাডফিল্ড: আঙ্কারা, তুরস্কের রাজধানী, প্রাচীন এক শহর ,আমাদের মত ৫০ লক্ষ লোকের এক বসতি, আর এখানে আঙ্গোরা নামক উল পাওয়া যায়।pic.twitter.com/x8EutOO5WH | @Cmdr_Hadfield: [en] Ankara, capitale della Turchia e città antica, ospita 5 milioni di persone ed è il luogo d'origine della lana d'angora. pic.twitter.com/x8EutOO5WH [en] |
7 | মহাশূন্য থেকে তোলা আঙ্কারার ছবি। | Ankara vista dallo spazio. |
8 | এই ছবির ফটোগ্রাফার @সিএমডিআর_হ্যাডফিল্ড তেলআবিব: | Fotografia di @Cmdr_Hadfield [en] |
9 | যখন মহাশূন্য স্টেশন ইজরায়েল-এর উপর দিয়ে যাচ্ছিল, তখন তিনি তেলআবিবের এই ছবিটি প্রদর্শন করে লেখেন: | Sopra Israele ha condiviso una fotografia di Tel Aviv, scrivendo: |
10 | @সিএমডিআর_হ্যাডফিল্ড: তেলআবিব, ইজরায়েল নামক রাষ্ট্রের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর, যেখানে ৪০ লক্ষ নাগরিকের বাস। pic.twitter.com/OlqprC3rrM | @Cmdr_Hadfield: [en] Tel Aviv, con oltre 400 mila dei suoi abitanti sulla costa israeliana del Mare Mediterraneo. pic.twitter.com/OlqprC3rrM [en] |
11 | মহাশূন্য থেকে তোলা তেলআবিবের ছবি। | Tel Aviv vista dallo spazio. |
12 | টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড | Fotografia condivisa da @Cmdr_Hadfield [en] su Twitter |
13 | মিশর: মিশরের রয়েছে দুটি ছবি, এর প্রথমটি হচ্ছে নীল নদের এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণবন্ত রাজধানী কায়রোর। | L'Egitto si è aggiudicato due fotografie: la prima è del Nilo mentre la seconda è una foto della movimentata capitale egiziana Il Cairo. |
14 | নীল নদ: | Il Nilo: |
15 | @সিএমডিআর_হ্যাডফিল্ড: | @Cmdr_Hadfield: [en] |
16 | রাতের বেলায় কায়রোর পাশে বদ্বীপের মধ্যে দিয়ে প্রবাহিত নীল নদ যেন অনেক জীবন্ত। pic.twitter.com/Zdzm0RmTWa | Il Nilo visto di notte mentre scivola, quasi come un essere vivente, nel delta nella città del Cairo. pic.twitter.com/Zdzm0RmTWa [en] |
17 | মহাশূন্য থেকে নীল নদ-এর ছবি। | Il Nilo visto dallo spazio. |
18 | টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড কায়রো: | Fotografia condivisa da @Cmdr_Hadfield [en] su Twitter |
19 | @সিএমডিআর_হ্যাডফিল্ড: রাতের বেলায় কায়রোর দৃশ্য। | @Cmdr_Hadfield: [en] Il Cairo di notte. |
20 | ছবিতে আপনারা এল গাবালাইয়া পার্কটি দেখতে পারছে। | Si può vedere El Gabalaya Park. |
21 | পিরামিডগুলো কি আলোকিত করা হয়েছে? pic.twitter.com/umsYK4N9nO মহাশূন্য থেকে কায়রোর ছবি। | Sono illuminate le piramidi? pic.twitter.com/umsYK4N9nO [en] |
22 | টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড | La città del Cairo vista dallo spazio. |
23 | মিশরীয় ব্লগার মোস্তাফা হুসেইন প্রশ্ন করেছে: | Fotografia condivisa da @Cmdr_Hadfield [en] su Twitter |
24 | @মোফতাসা: গাবালাইয়ে পার্ক ছাড়া আর কি আছে? | @moftasa: [en] ma cos'è el Gabalaya park? |
25 | দেখে মনে হচ্ছে মহাশূন্যের মানচিত্রটি আমাদের মাটির এই মানচিত্রের চেয়ে আলাদা। | Sembra che nello spazio abbiano una mappa diversa dalla nostra. |