Sentence alignment for gv-ben-20100816-12387.xml (html) - gv-ita-20100816-23074.xml (html)

#benita
1মেক্সিকো: নাগরিক ভিডিও ও মাদক পাচারMessico: quale ruolo per il giornalismo partecipativo nella denuncia del narcotraffico?
2মেক্সিকোর ব্লগাররা রক্তক্ষয়ী সংঘর্ষের দৃশ্য প্রদর্শন করা নাগরিক ভিডিও (সিটিজেন ভিডিও) ও ছবি নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে।
3এই সমস্ত ছবি যে সংঘাতময় চিত্র প্রদর্শন করে সে ক্ষেত্রে কেউ বলছে গণমাধ্যমে মাদক পাচার নিয়ে যে লড়াই, এটি তার এক ধরনের প্রতিরোধ, আবার অন্যদের কাছে এটি এটি কেবল ভয় এবং সন্ত্রাস ছড়ানোর অন্য আরেক মাধ্যম। রাতের মেক্সিকো সিটি নগরী।I blogger locali discutono se i citizen media che rilanciano la cruda violenza dei narco-trafficanti possano costituire una risposta a ciò che qualcuno definisce l'opposizione dei mass-media nell'informare sulla violenza connessa al traffico di droga, o se trattasi piuttosto di un ulteriore strumento per diffondere paura e terrore.
4ছবি এনেয়স ডে ট্রোয়ার, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্স এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।Città del Messico di notte, di Eneas de Troya, ripresa con licenza Creative Commons Attribution 2.0
5কিছু কিছু মেক্সিকোবাসীর মতে ভয়ঙ্কর সব অপরাধের সংবাদ প্রদানের ক্ষেত্রে প্রচার মাধ্যম তাদের কাজটি ঠিকভাবে করছে না। তারা ভয়ঙ্কর সব মাদক পাচারকারী ও গুণ্ডাদের কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করার বদলে সরকার ও রাষ্ট্রের সমালোচনার দিকে মনোযোগ প্রদান করছে।Secondo alcuni messicani, i mezzi di informazione non stanno fornendo adeguata informazione sui reati violenti, concentrandosi sulle critiche al governo e allo Stato invece che sul traffico di droga e sull'attività dei ‘cartelli', facendo quasi sembrare che vogliano rilanciarne le posizioni.
6তাদের কাজ দেখে মনে হচ্ছে, যদি তারা গুণ্ডাদের সব কার্যক্রমের সংবাদ প্রদান করতে পারত। কার্লোস রামিরেজ হার্নানদেজ লা পালাব্রা.Per Carlos Ramírez Hernández, che scrive su La Palabra.com [es], i media non dovrebbero evitare d'informare sulle violenze connesse dalle bande criminali, dato che quest'opzione non contribuirà a diminuire l'attività criminale ma semplicemente a nasconderla.
7কমে ব্লগ করেন। তিনি মনে করেন মারপিটের মত অপরাধ মূলক কার্যক্রমের সংবাদ প্রদান না করা, প্রচার মাধ্যমের জন্য বিশেষ কোন সুযোগ নয়।Il ruolo degli organi di informazione non è quello di glorificare il crimine, bensì di denunciarlo, ma ciò va fatto in modo corretto:
8তিনি বলেন বিশেষ করে, এটি প্রকৃত অপরাধমূলক কর্মকাণ্ডের পরিমাণ কমিয়ে আনবে না, কেবল তার পরিমাণকে লুকিয়ে ফেলবে।
9তবে প্রচার মাধ্যমের ভূমিকা হওয়া উচিত নয় যে, সে অপরাধমূলক কর্মকাণ্ডকে গৌরবান্বিত করবে, তার বদলে তার কাজ হচ্ছে শুধু এই বিষয়ে প্রাপ্ত সংবাদ প্রদান করা, তবে তা করা উচিত সঠিক ভাবে:
10এদিকে প্রচার মাধ্যম তথ্যের উপর মনোযোগ প্রদান করার গুরুত্ব হারিয়ে ফেলেছে।I media, a loro volta, hanno smarrito l'obiettivo dell'informazione.
11সংবাদপত্র রেডিও এবং টিভিতে পাওয়া সংবাদের বড় অংশই সরকার ও রাষ্ট্রের সমালোচনায় মুখর। এই সব সংবাদ মাদক পাচারের মত অপরাধের পরিমাণ কমাচ্ছে না।Gran parte dei contenuti diffusi da stampa, radio e tv consiste nel criticare severamente il governo e lo Stato senza denunciare la criminalità del narcotraffico.
12এটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে কিছু গণমাধ্যমের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা মাদক সম্রাটদের বিলবোর্ড এবং সেগুলো সমাজের মুখপাত্র নয়।Si è arrivati al punto che alcune fonti d'informazione sembrano essere diventate cartelloni pubblicitari per i signori della droga e non referenti della società.
13এটা কেবল প্রশংসা করার বিষয় নয়, কিন্তু তার বদলে এরা তথ্যকে সামাজিক যন্ত্রে রূপান্তরিত করছে যা বাস্তবতার সমালোচনা করছে।Non si tratta di elogiare così senza scopo, ma di trasformare l'informazione in uno strumento sociale che critichi la realtà.
14তাহলে প্রচার মাধ্যম এখানে কি ধরনের ভূমিকা পালন করবে?Quale il ruolo che dovrebbero svolgere i media?
15গত মাসে এক মাদক পাচারকারী দল চারজন সাংবাদিক ও ক্যামেরাম্যানকে অপহরণ করে।Lo scorso mese [es] quattro tra reporter e cameraman sono stati sequestrati da un cartello della droga.
16এদের জন্য মুক্তিপণ চাওয়া হয়েছিল তিনটি নারকোটিক ভিডিও টিভি স্টেশনে প্রচারের দাবী জানিয়ে।Il riscatto richiesto consisteva in tre narco-video da trasmettere sui canali televisivi.
17১৫ মিনিটের সম্পাদনা ছাড়াই প্রচার করা এই ভিডিও জনতার সামনে কর্তৃপক্ষ এবং বিরোধী মাদক পাচারকারীদের সম্পর্কের বিষয়টি উন্মোচন করে।Qualche giorno dopo la trasmissione inedita di un filmato TV di 15 minuti in cui si denunciavano i legami fra le autorità e i cartelli della droga, i sequestrati sono stati liberati.
18যে দিন এই ভিডিও টিভিতে প্রচার করা হয় তার পরের দিনই তাদের মুক্তি প্রদান করা হয়।Non è una novità, già nel 2007 Jorge Zepeda Patterson aveva analizzato il ruolo dei mass media rispetto ai narco-video [es].
19এটা নতুন কোন উদ্বেগের বিষয় নয়, ২০০৭ সালে জর্জ জেপাডো প্যাটারসন নার্কো ভিডিওর ব্যাপারে প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে লিখেছিল।
20তবে, গণ মাধ্যমের পক্ষে এই সমস্ত বিষয় সমূহকে মুছে ফেলা সহজ নয়।Tuttavia, non è facile per i mass media ignorare tali temi.
21যদিও এটা সত্যি যে টিভি সংবাদ ভয়াবহ অপরাধের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকায় পরিণত হয়েছে এবং এটিকে থামানো সহজ নয়।Se è vero che i telegiornali sono diventati una lista della spesa di crimini violenti, non è così semplice smettere di farlo.
22অন্য সব বিষয়ের মধ্যে এসব তুলে ধরা হচ্ছে কারণ যা ঘটছে তা খুবই গুরুত্বপূর্ণ।Fra le altre ragioni, basterebbe notare l'estrema gravità di quando va accadendo.
23সাংবাদিকরা সম্প্রদায়ের প্রতি মনোযোগ প্রদান করবে, যদি আমরা অন্য সব বিষয়ের ব্যাপারে কথা বলতে শুরু করি তাহলে সংগঠিত অপরাধ অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে, মাদক পাচারকারী গোষ্ঠী আমাদের প্রতিবেশী এলাকা এবং স্কুলে ও আদালত ভবন এবং পুলিশ সংস্থায় ক্রমাগত ফাটল তৈরি করে যাচ্ছে।
24মাদক পাচারকারীরা এসব ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে ফেলার চেষ্টা করছে এবং আসলে তা ভেঙ্গে পড়ছে। যেমনটা আমরা আমাদের রাস্তাঘাটে এবং পাহাড়ে পর্বতে এসব বিষয় নিয়ে আলোচনা করছি।I giornalisti renderebbero un cattivo servizio alla comunità se iniziassero a parlare d'altro mentre il crimine organizzato prende il controllo di Monterrey, gli spacciatori si pavoneggiano nei nostri quartieri e nelle nostre scuole, e i giudici e la polizia continuano a essere corrotti dai cartelli.
25আমরা বলছি যে সত্যিকারের এক যুদ্ধ শুরু হয়েছে।
26এমন এক যুদ্ধ, যেটিতে আমরা পরাজিত হচ্ছি।E questo è esattamente quanto sta accadendo.
27এমনকি আমরা এই যুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করব, যদি আমরা জনতার মতামতকে একটা সান্তনা প্রদান করি এবং বালিতে মুখ গুঁজে থাকা উটপাখির মত কোন কার্যক্রম পরিচালনা করি, যা হয়ত শান্তি প্রদানকারী বিষয় কিন্তু এক মিথ্যা এক প্রয়াস ।
28মাদক পাচারকারীরা গোষ্ঠী ইন্টারনেট ব্যবহারে দক্ষ হয়ে উঠছে এবং তাদের অনেকে এখন অনলাইনে তাদের নিজস্ব গণসংযোগ সাধন করছে।È in atto una vera e propria guerra, proprio qui e ora, nelle strade e nelle montagne.
29এর একটি উর্বর ক্ষেত্র হচ্ছে ইউটিউব. কম।Una guerra che stiamo perdendo.
30যেমন এই পাঠক এটি “লাস্ট অফ দি ডোডোস” ব্লগে পাঠিয়েছে।
31ডোডোস ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেছে (যা এই মূহূর্তে নিষিদ্ধ করে রাখা হয়েছে), যাকে বলা হচ্ছে গাল্ফ কার্টেল (মেক্সিকোর একদল মাদক পাচারকারী গোষ্ঠী) নিজস্ব চ্যানেল।Ma avremo ancor meno possibilità di vincerla se continuiamo a presentare dei placebo all'opinione pubblica e a comportarci come struzzi, offrendo un'immagine distorta ma tranquillizzante.
32যেখানে তারা বিরোধী বিরোধী জেটা দলের কারো পরিচয় জেনে থাকে তাহলে তা তুলে ধরার এবং একটি শান্তিপূর্ণ মেক্সিকো গড়ার আহ্বান জানাচ্ছে:I cartelli della droga stanno imparando a utilizzare la Rete, alcuni di loro gestiscono le relazioni pubbliche online, trovando un terreno fertile su YouTube, come si legge sul blog El ultimo de los Dodos [es].
33গণ সংযোগের ক্ষেত্রে একটি বিপরীত অনুশীলন প্রদর্শন করে যে বিশাল এক যুদ্ধের ক্ষেত্রে মুখোমুখি হবার ব্যাপারে কেন্দ্রীয় সরকারে অদক্ষ, যার মধ্যে রয়েছে গণমতকে নিজের পক্ষে নিয়ে আসা।I Dodo hanno imposto il loro controllo sul canale YouTube (al momento sospeso) che si definisce il canale ufficiale del cartello del Golfo [it], chiedendo ai cittadini di denunciare i membri della banda avversaria degli Zeta [en], se ne conoscono qualcuno, e se vogliono la pace in Messico:
34ইনফরমেসিওন সিভিকা ব্লগে, ডেভিড সাসাকি মেক্সিকোর অনলাইন ভিডিও দৃশ্যের ভালো, খারাপ এবং মন্দ দিক নিয়ে লেখেন ( দি গুড, ব্যাড এন্ড আগলি)।Un perverso esercizio di relazioni pubbliche, che dimostra l'incapacità del governo federale di affrontare una guerra ad ampio spettro che comprendeuna certa manipolazione dell'opinione pubblica.
35নারকো ভিডিওর (মাদক পাচারকারী ও তাদের কর্মকাণ্ড নিয়ে তৈরি করা ভিডিও) বিষয়ে বলা যায়, সেখানে মাদক পাচারকারী দলগুলো খুন, প্রহার, অত্যাচার, এবং স্বীকারোক্তির ভিডিও পোস্ট করে, এই বিষয়ে ডেভিড মিকা রোজেনবার্গের কথা উল্লেখ করে লেখেন:Sul blog Información Cívica [es], David Sasaki sottolineato la presenza del buono, del brutto e del cattivo nelle scene dei video online messicani. Per quanto riguarda i narco-video, nei quali le bande della droga diffondono esecuzioni, bastonate, torture e confessioni, ha citato il post di Mica Rosenberg [en] sul tema:
36নামছাড়া পোস্ট করা এই ভিডিওগুলো অপরাধীদের ধরার ক্ষেত্রে কেন্দ্রীয় পুলিশের খুব সামান্য কাজে লাগে, কিন্তু মারিয়া গুয়াদালুপ লিসেয়ার মতে এগুলো কেবল সংঘর্ষের এক চক্র তৈরি করছে।Secondo Maria Guadalupe Licea, responsabile dell'ufficio governativo della Procura nella Baja California, i video anonimi che vengono pubblicati sono di scarso aiuto per la polizia federale, dal momento che tentano di rintracciare i colpevoli ma allo stesso tempo diffondono un ciclo di violenza.
37মারিয়া গুয়াদালুপ লিসিয়া নামক ভদ্রলোক বাজা ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগের প্রধান।“Licea sostiene che l'uso delle nuove tecnologie e dei nuovi media entri a far parte di una spirale di violenza nella quale le aggressioni più scioccanti inspirano altri omicidi”, scrive Rosenberg.
38লিসেয়া বলেন, নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রচার মাধ্যমে সংঘর্ষ একটি চক্রের এক অংশ, যার মধ্যে ধাক্কা দেবার মত হামলাগুলো একই ভাবে অনুকরণ করে খুন করার (কপিক্যাট) এক উৎসাহজনক মাধ্যম।Ma i contenuti violenti non vengono diffusi soltanti da membri e sostenitori delle bande: anche i cittadini caricano immagini e filmati delle vittime di questa guerra collegata al traffico di droga.
39রোজেনবার্গ লিখেছে। তবে কেবল মাত্র যে মাদক পাচারকারী দলের সদস্য বা সমর্থকরাই এই সমস্ত সংঘর্ষের ভিডিও সরবরাহ করছে না: নাগরিকরাও এ ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করছে যা মাদক পাচারকারী গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার ব্যক্তি।Le ragioni per pubblicare materiale cruento sono varie: alcuni apprezzano gli alti indici di audience, mentre altri insistono sul fatto che, se i mass media non informano il pubblico, allora tale compito spetta a loro, in modo da non ignorare queste attività.
40এইসব বিচিত্র রক্তাক্ত উপাদানের ভিডিও পোস্ট করার কারণ অনেকে এগুলো অনেক বেশি পছন্দ করছে, অন্যরা মনে করছে যদি গণ মাধ্যম জনতাকে এই সব বিষয়ে কোন কিছু না জানায়, তাহলে তারাই তা জানাবে, কাজেই এই সমস্ত কর্মকাণ্ড এড়িয়ে যেতে পারে না।Alcuni siti [es] che hanno deciso di condividere queste informazioni [es] sono collocati in aree nelle quali i cittadini possono denunciare attività criminali, segnalare cittadine pericolose, parlare della crescita della violenza o di come operano i cartelli della droga.
41এই তথ্য জানানোর জন্য বেশ কিছু ওয়েবসাইট প্রতিষ্ঠা করা এই সমস্ত তথ্য প্রদর্শন করার জন্য যার মধ্যে অর্ন্তভুক্ত সেই সমস্ত এলাকা যেখানে লোকজন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় জানতে পারে, বিপজ্জনক শহরগুলো সম্বন্ধে আলোচনা করতে পারে, সংঘর্ষের উত্থান এবং কি ভাবে মাদক পাচারকারী গোষ্ঠীগুলো পরিচালিত হয় সে সম্বন্ধে জানতে পারে।
42যখন নাগরিকরা সেই ভূমিকা গ্রহণ করছে যা এর আগে গণ মাধ্যম পালন করছিল, তখন একই প্রশ্ন উত্থাপন করা হয়েছে, অনেক শহরে যা ঘটছে সেই সংঘর্ষের বিষয় প্রকাশ করা কি ক্ষতিকর, নাকি চুপ থাকা বেশি ক্ষতিকর?Se i cittadini iniziano ad assumere il ruolo precedentemente ricoperto dai mass media, dobbiamo porci le stesse domande. È un cattivo servizio informare sulla violenza che colpisce parecchie città o è peggio restare in silenzio?