# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: শীতার্তদের জন্য টুইটারথনের সাহায্য | Colombia: gli utenti Twitter si organizzano per aiutare le popolazioni alluvionate |
2 | কলম্বিয়ার একের পর এক তীব্র শৈত্যপ্রবাহকে কেন্দ্র করে দেশটির টুইটার ব্যবহারকারীদের উদ্যোগে “টুইটারথন” নামে কার্যক্রম শুরু হয়েছে। প্রজাতন্ত্রের ওয়েবসাইটেও [স্প্যানিশ ভাষায়] বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে: | Il “Twitterathon” è un'iniziativa organizzata grazie alla volontà di vari utenti colombiani di Twitter per far fronte alle drammatiche conseguenze delle piogge torrenziali che hanno colpito il nord della Colombia [it], disastro che nel sito web della Presidenza della Repubblica [es come gli altri link eccetto ove diversamente indicato] viene descritto così: |
3 | ২০১০ সালের মধ্যভাগে ঘটে যাওয়া ভারী বর্ষণ ও বন্যার কারনে প্রায় বারো লক্ষ লোক ও তাঁদের পরিবারের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যব্যবহার্য জিনিসপত্র, বাড়ীঘর, কৃষিকাজ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। | |
4 | বিদ্যালয়, হাসপাতাল ও সড়কের মত সরকারি সম্পত্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে ৮ ডিসেম্বর কয়েক জন টুইটার ব্যবহারকারী মেডেলিন শহরে মিলিত হন। | Le forti pioggie e le inondazioni, che dalla seconda metà del 2010 hanno colpito più di un milione e duecentomila persone, hanno provocato per centinaia di migliaia di famiglie la perdita delle proprie cose, delle case, dei raccolti e di altri beni, e hanno danneggiato gravemente strutture pubbliche tra cui scuole, ospedali e strade. |
5 | দান সংগ্রহের জন্য শহরের সবচাইতে উল্লেখযোগ্য পার্ক দ্য লো পিয়েজ ডেসকালোজ (বেয়ারফুট পার্ক) এ তাঁরা দিনের সাত ঘন্টা সময় ব্যয় করেন। মেডেলিনে এ অর্থ সংগ্রহের ধারনাটি যেভাবে এলো সে সম্পর্কে মেডেলিনের টুইটারথন টাম্বলার সাইটে [স্প্যানিশ ভাষায়] আলোচনা করা হয়েছে: | Allo scopo di soccorrere i colombiani alluvionati, l'8 di dicembre numerosi utenti di Twitter della città di Medellin [it] si sono riuniti per raccogliere le donazioni loro destinate, e a questo scopo sono rimasti per ben 7 ore nel Parque de los Pies descalzos (Parco dei piedi scalzi), uno degli spazi verdi più emblematici della città. |
6 | ৫ ডিসেম্বর ২০১০ বিকেলে টুইটারথন চালু করার উদ্যোগ নিয়ে সারতা পালাসিও [@Saritapalacio] সমবেদনাময় ও সাদামাটা আমন্ত্রণ [স্প্যানিশ ভাষায়] জানান: | L'origine del progetto viene descritta nel Tumblr del Twitterathon di Medellin: Il pomeriggio del 5 dicembre 2010, Sarita Palacio, via Twitter [@Saritapalacio] ha proposto di dare il via a un'iniziativa chiamata Twitterathon; il suo messaggio era semplice ma toccante: |
7 | বেল্লোর পরিস্থিতি খুব বেদনাদায়ক। | La situazione in cui versa Bello è straziante. |
8 | আপনি কি মনে করেন না যে, টুইটার প্রদর্শন বা টুইটারথনের সময় এসেছে? | E' il momento di organizzare una raccolta fondi via twitter, un “twitterathon”… non siete d'accordo? |
9 | এর মাত্র কয়েক মিনিট পরেই একই সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সাড়া পাওয়া যায়। | Pochi minuti dopo, sempre via twitter, sono arrivate le prime risposte. |
10 | মেডেলিন ও কলম্বিয়ার অন্যান্য প্রান্তের টুইটার ব্যবহারকারী গণ বিষয়টির প্রতি সমর্থন ও প্রশ্ন উত্থাপন করেন। এনভিগাদোর কাসা মুসিও অতরাপার্তে তে দ্রুত মিটিংয়ের আয়োজন করা হয়। | Gli utenti Twitter di Medellin e di altre città della Colombia si sono uniti al progetto elargendo contributi, semplice sostegno, e ponendo domande in proposito: in men che non si dica, è stata organizzata una riunione nella Casa Museo Otraparte, a Envigado. |
11 | টুইটারথন দল- মেডেলিন ছবি জুলিয়ান গাতিয়েরেজ (@JulianGutierrezG) এর অনুমতিক্রমে ব্যবহৃত। | Gruppo Twitterathon - Medellín foto di Julián Gutiérrez (@JulianGutierrezG). Per gentile concessione dell'autore. |
12 | একই সাইটে[স্প্যানিশ ভাষায়] দানের বিষয়ে ঐ দিনের কিছু আইটেমকে গুরুত্ব দিয়ে একটি দিক নির্দেশনা উপস্থাপন করা হয়েছে যা রেড ক্রস [স্প্যানিশ ভাষায়] কর্তৃক জাতীয় পর্যায়ে প্রচার করা হয়েছে: | |
13 | কলম্বিয় শীতের কারনে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং লোকজন যেভাবে কষ্ট পাচ্ছে তাতে জনগণকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সে বিষয়ে এই লিংকে[স্পেন] একটি দিক নির্দেশনা দেয়া হয়েছে। এ বুধবারে যে আইটেমগুলোর বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি: | Sempre sul sito di Twitterathon vengono presentate le linee-guida per le donazioni, raccolte in un manuale che è stato fatto circolare a livello nazionale grazie alla Croce Rossa, dove vengono elencati i prodotti di cui c'è più bisogno a seconda del giorno di raccolta: |
14 | - ফ্যামিলি টয়লেট্রিজ প্যাক - কিচেন প্যাক | Attraverso questo link si può accedere a una guida che illustra come aiutare le popolazioni alluvionate. |
15 | - থালাবাসন | |
16 | - লেপ | |
17 | - সীট | |
18 | - কম্বল - অপচনশীল খাবার | Per questo mercoledì, abbiamo bisogno soprattutto di questi prodotti: |
19 | কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত তিয়েত্রো আর ১০১-এ টুইটার ব্যবহারকারীগণ দ্রুত টুইটারথন গঠন করে ১১ ডিসেম্বর ২০১০ শনিবারের কর্মসূচি [স্প্যানিশ ভাষায়] গ্রহণ করেন। | - Pacchi formato famiglia per l'igiene - Pacchi di prodotti commestibili - Servizi di piatti - Materassi - Lenzuola - Asciugamani - Cibi a lunga scadenza Al Twitterathon si sono rapidamente aggregati gli utenti di Twitter di Bogotá [it] che hanno organizzato la medesima iniziativa per sabato 11 di dicembre 2010, presso il TEATRO R101 della capitale colombiana. |
20 | তাঁরা সেখানে শীতার্তদের জন্য শুধুমাত্র সাহায্য সংগ্রহই নয় তাঁরা হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে [স্পেন] দানের জন্য কাপড়ও গ্রহণ করেছে। | In quell'occasione non si raccoglievano solamente gli aiuti per le popolazioni colpite dalla stagione delle piogge, ma anche vestiti da donare alla Fondazione Hogares Claret: |
21 | বোগোটা ট্যুইটার নেটওয়ার্কের সদস্যরা তালিকাভুক্ত আইটেমগুলো ছাড়াও টুইটারথনে যে পরিমান জামা-কাপড় দান করেছেন তা একটা ভ্যান ভরতি করার জন্য যথেষ্ট। | Oltre ai beni donati dalla rete di twitter di Bogotà, il Twitterathon ha raccolto una gran quantità di vestiti, sufficenti a riempire un camion, che sono stati stoccati nel magazzino della Casa Scout di Bogotà. |
22 | বোগোটা স্কাউট ভবনে জমা করা এ সব জামা-কাপড় এ সপ্তাহেই তাঁরা হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে পৌছে যাবে। | Questa settimana verrano fatti pervenire alla Fondazione Hogares, che lavora per le persone più deboli e la riabilitazione dei senzatetto. |
23 | এ ফাউন্ডেশন দুস্থ ও গৃহহীন মানুষদের পূনর্বাসনে কাজ করে। | Le città di Cali (@twiteratoncali) e Barranquilla (@twiteratonqilla) hanno unito le loro forze, organizzando eventi simili rispettivamente per il 18 e il 19 di dicembre. |
24 | বোগোটা ট্যুইটার নেটওয়ার্কের সদস্যরা তালিকাভুক্ত আইটেমগুলো ছাড়াও ট্যুইটারথনে যে পরিমান জামা-কাপড় দান করেছেন তা একটা ভ্যান ভর্তি করার জন্য যথেষ্ট। | |
25 | বোগোটা স্কাউট ভবনে জমা করা এ সব জামা-কাপড় এ সপ্তাহেই হোগারস ক্ল্যারেট ফাউন্ডেশনে পৌছে যাবে। | Sempre il 18, nella città di Medellín se è tenuta una seconda edizione dell'evento, pubblicizzato attraverso un video su Youtube. |
26 | এ ফাউন্ডেশন দুস্থ ও গৃহহীন মানুষদের পূনর্বাসনে কাজ করে। | Il 22 e il 23 di dicembre è stato organizzato un Twitterathon anche nella città di Sincelejo. |
27 | তথ্য | I risultati: |
28 | - মেডেলিন টুইটারথন সর্বমোট ৪৮০০ আইটেম সংগ্রহ করেছে (কনসলিদাদো পাবলিকো [স্প্যানিশ ভাষায়]). | - Il Twitterathon di Medellín ha permesso la raccolta di 4800 prodotti (qui l'elenco pubblico dei prodotti raccolti). |
29 | - বোগোটা টুইটারথন তাঁদের ফেসবুক পাতায় বলেছে যে, তাঁরা দিনব্যাপী ১০৫২৫ আইটেম মানবিক সাহায্য হিসাবে দান করেছেন। | - Il Twitterathon di Bogotà ha riportato sulla sua pagina Facebook di aver ricevuto, durante l'intera giornata dell'evento, ben 10.525 beni di aiuto umanitario. |
30 | - কালি টুইটারথন প্রায় ১৪ টন ত্রাণ সাহায্য দিয়েছে। | - Il Twitterathon di Cali ha dichiarato di aver raccolto 14 tonnellate di aiuti. |
31 | এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এ কার্যক্রম সম্পর্কে কালির অধিবাসীরা ট্যুইটারথন কালি[স্প্যানিশ ভাষায়] নামে একটি ওয়েবপেইজ খুলেছে। | |
32 | এ ওয়েবপেজের মাধ্যমে যারা কার্যক্রমে অংশগহণ, সহযোগিতা এবং ছবি তুলে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কালির সংবাদপত্র এল পা তে টুইটারথন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। | Il gruppo di Cali ha creato un sito web dedicato all'iniziativa, chiamato Twitterathon Cali, dove gli organizzatori hanno manifestato la propria gratitudine verso coloro che hanno partecipato e collaborato, pubblicando le foto dell'evento. |
33 | এ প্রসঙ্গে ট্যুইটার ব্যবহারকারী ইনকগনিতো (@lncognito) বলেন: | Della raccolta di aiuti si è occupato anche il quotidiano di Cali, El Pais. |
34 | Todavia no puedo creerlo… Casi 14 toneladas de ayuda recibidas este dia en la #TwitteratonCali | L'utente twitter Incognito (@lncognito) ha scritto: |
35 | # টুইটারথনকালি আমি এখনো বিশ্বাস করতে পারছিনা যে আজ আমরা প্রায় ১৪ টন সাহায্য গ্রহন করেছি। | Non ci posso ancora credere…Quasi 14 tonnellate di aiuti ricevuti oggi durante il #TwitteratonCali |
36 | কালি টুইটারথন সম্পর্কে জুলিয়ান মারিসিওর (@profetaloco) একটি ভিডিও: | Quello che segue è un video pubblicato da Julian Mauricio (@profetaloco) sul Cali Twitterathon: |
37 | উল্লেখ্য যে, কলম্বিয়ার শীতার্ত মানুষের সাহায্যের শুরুর দিকের দিনগুলোতে টেলেথন[স্পেন] সংগঠন ১৮ ও ১৯ ডিসেম্বর করম্বিয়ানদের দানের জন্য যে প্রেক্ষাপট তৈরি করেছিল তা কেবল দুর্গতদের সহায়তাই নয় বরং কলম্বিয়ার মানবতা বিকাশে ভূমিকা রেখেছে যা সরকারকে বন্যার ক্ষতি পোষাতে রসদ সংগ্রহে উদ্যোগী করেছে। | Va sottolineato che durante le giornate per aiutare gli alluvionati colombiani, l'organizzazione ufficiale del Telethon - che per il 2010 ha tenuto la sua edizione colombiana il 18 e 19 di dicembre - ha deciso di collaborare invitando i colombiani a donare non solo in aiuto alle persone diversamente abili (obiettivo principale della giornata), ma anche per l'iniziativa umanitaria allestita dal Governo come intervento straordinario per lenire i danni arrecati dalle alluvioni. |