# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: গুগল. পিএস চালু করায় প্রতিক্রিয়া | Palestina: reazioni al lancio del portale Google.ps |
2 | “বেশ কিছু বছর ধরে গুগল বিশ্বের বেশ কয়েকটা স্থানীয় ডোমেইন যেমন গুগল. | |
3 | কো. | |
4 | ইউকে আর গুগল. জো চালু করেছে যার মাধ্যমে এটি কোন স্থান থেকে জানতে চাওয়া সার্চের ফলাফলে স্থানীয় বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারে,” বলেছে ব্লগার আরবক্রাঞ্চ। | “Nel corso degli anni, Google ha continuato ad aggiungere molti domini locali nel mondo, come google.co.uk e google.jo, onde fornire risultati localizzati per le ricerche”, dice il blogger ArabCrunch nell'annunciare [in] la decisione di Google di aggiungere all'elenco anche il dominio google.ps [in/ar]. |
5 | তিনি গুগল. পিএসকে গুগলের ডোমেইনে সংযুক্ত করার ঘোষণাটি সম্পর্কে লিখতে গিয়ে একথা জানান। | Il nuovo dominio funzionerà in Cisgiordania e a Gaza, dove operano i fornitori d'accesso (ISP) palestinesi. |
6 | নতুন স্থানীয় গুগল ডোমেইনের কাজ করার কথা পশ্চিম তীর আর গাজাতে, যেখানে ফিলিস্তিনি ইন্টারনেট সার্ভিস প্রদানকারীরা (আই এস পি) কাজ করে। | |
7 | গত সপ্তাহে, গুগল আরাবিয়া ব্লগ এর সংযুক্তির কথা ঘোষণা করেন আর এর পিছনের কারণও: | La scorsa settimana, il blog Google Arabia aveva annunciato [in] l'ampliamento e le relative motivazioni: |
8 | আজকে আমাদের তালিকায় আমরা আর একটা ডোমেইন যোগ করছি, গুগল. পিএস। | Da oggi aggiugeremo un ulteriore dominio al nostro elenco: google.ps. |
9 | ফিলিস্তিনি ভূমিতে আরবী-ভাষী ব্যবহারকারীদের (যারা ফিলিস্তিনি আই এস পি ব্যবহার করেন) এই ডোমেইন তুলে ধরবে গুগলের নাগাল পাওয়া আরবীতে আর স্থানীয় সম্পর্কিত বিষয়বস্তুগুলোকে। | Il nuovo dominio permetterà a quanti parlano arabo dei territori palestinesi, che adoperano ISP palestinesi, di accedere a Google in arabo e quindi di raggiungere contenuti più rilevanti a livello locale. Col lancio di google.ps abbiamo portato il numero totale dei domini Google nel mondo a oltre 160. |
10 | গুগুল. পিএস এর চালু হওয়ার সাথে সাথে, বিশ্বব্যাপী মোট গুগল ডোমেইনের সংখ্যা ১৬০ এর বেশী হল। | In una dichiarazione rilasciata [in] al blog ArabCrunch, Google ha anche spiegato in che modo la novità influenzerà il sistema AdWords [in]: |
11 | আরবক্রাঞ্চের কাছে দেয়া একটা স্টেটমেন্টে গুগল ব্যাখ্যা করেছে এই পরিবর্তন কিভাবে গুগল এডওয়ার্ডস কেও প্রভাবিত করবে: | |
12 | এডওয়ার্ডস দিয়ে আপনার বিজ্ঞাপন আপনি দেশ বা এলাকার দিকে লক্ষ্য করে পাঠাতে পারেন বা নির্দিষ্ট এলাকা বা শহরে। | Con AdWords è possibile personalizzare le inserzioni in base al Paese, alla zona, oppure a specifiche regioni e città. |
13 | এডওয়ার্ডসের ব্যবস্থা ঠিক করে বেশ কয়েকটা বিষয়ের ভিত্তিতে আপনার বিজ্ঞাপন দেখানো হবে কিনা যার মধ্যে কোন গুগল ডোমেইন ব্যবহার করা হচ্ছে সেটাও আছে (. এফআর, . | Il sistema AdWords utilizza diversi elementi per determinare quali inserzioni visualizzare, tra cui il dominio Google di partenza (.fr, .de, .kr, etc.), i termini impiegati nella ricerca e, dove possibile, riusciamo a determinare anche la località da cui l'utente si connette tramite l'indirizzo del protocollo Internet (IP) del proprio computer. |
14 | ডিই, . কেআর ইত্যাদি), ব্যবহারকারী যা খুঁজছেন সেটা, আর সম্ভব হলে আমরা ব্যবহারকারীর লোকেশন তাদের কম্পিউটারের ইন্টারনেট প্রটোকল (আই পি) ঠিকানা থেকে ঠিক করি। | Il blog Window into Palestine spiega [in] che i palestinesi di Gerusalemme Est non verranno automaticamente indirizzati su google.ps (nota: chiunque può accedere a google.ps digitando direttamente l'indirizzo nel browser): |
15 | উইন্ডো ইন্টু প্যালেস্টাইন ব্যাখ্যা করেছেন যে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা গুগুল. | A parte Gerusalemme Est, che si trova de facto sotto l'autorità israeliana, i palestinesi della Cisgiordania e di Gaza generalmente fanno riferimento, rispettivamente, a google.jo, il dominio giordano, e google.com.eg, quello egiziano. |
16 | পিএসে স্বয়ংক্রিয় ভাবে ঢুকতে পারবেন না (তবে লক্ষ্য করুন যে কেউ ইউআরএল সরাসরি টাইপ করে গুগল. | L'utente di Twitter migueldeicaza esprime entusiasmo [in] per l'ultimo arrivato nella famiglia Google: "Fantastico! |
17 | পিএস এ ঢুকতে পারেন): | Ora Google ha creato un Google per la Palestina: www. |
18 | পূর্ব জেরুজালেম ছাড়া, যেটা ইজরায়েলি এলাকায় পড়ে, পশ্চিম তীর আর গাজার ফিলিস্তিনিরা সাধারণত: জর্ডানের ডোমেইন www.google.jo, আর মিশরের www.google.com.eg এর উপরে নির্ভর করছেন। | |
19 | টুইটার ব্যবহারকারী মিগুয়েলদিচাজা গুগল পরিবারের নতুন সদস্যকে নিয়ে তার উত্তেজনা জানিয়েছেন: | |
20 | চমৎকার! | Google. |
21 | গুগল এখন প্যালেস্টাইনের জন্যেও রয়েছে! | PS (da @rlove)" |
22 | কাতারে অবস্থিত আর একজন টুইটার ব্যবহারকারী দায়াস্কি এই পদক্ষেপের জন্য গুগলকে ধন্যবাদ জানিয়েছেন: | daiski, un altro utente di Twitter residente in Qatar, ha ringraziato [in] Google per l'iniziativa: "Grazie @google, per aver riconosciuto la #Palestina! - http://google.ps" |
23 | গুগল. পিএস ইংরেজী আর আরবীতে পাওয়া যায়। | Google.ps è disponibile sia in inglese che in arabo. |