# | ben | ita |
---|
1 | রাশিয়া: শীতকালীন অলিম্পিকের স্লোগান নিয়ে তামাশা | Russia: ridicolizzato lo slogan delle Olimpiadi invernali |
2 | সোচিতে শীতকালীন অলিম্পিক ২০১৪ এর জন্যে সদ্য-ঘোষিত স্লোগানটি (উষ্ণ, সজীব, আপনার) আরইউনেট-এর ব্লগারদের একটুখানি হলেও হাস্য-কৌতুকের দমক সৃষ্টি করেছে। | L'appena annunciato slogan delle Olimpiadi Invernali 2014, che si svolgeranno a Sochi (“Hot. Cool. |
3 | প্রথমে বিস্ময়কর মনে হলেও - ইংরেজি সংস্করণটি কিছুটা বিভ্রান্তিকর এবং একটু সেকেলে শোনালেও - এটা বিশেষভাবে কৌতুককর বা দ্ব্যর্থবোধকতা সম্পন্ন কিছু নয়। | Yours”) ha dato vita ad un divertente episodio nell'Internet Russa. In un primo momento, nonostante la versione inglese dello slogan possa suonare confusa e banale, non si sono avute battute o doppi sensi. |
4 | রুশ সংস্করণটির কাহিনী ছিল ভিন্ন। | Ma per la versione russa la storia è diversa. |
5 | রুশ ভাষায় স্লোগানটি হলো “Жаркие. | Infatti in russo lo slogan si traduce letteralmente come “Caldo. |
6 | Зимние. | Gelido. |
7 | Твои.” | Tuo”. |
8 | যার আক্ষরিক অর্থ হলো “উষ্ণ, ওম আপনার।” অনলাইন কৌতুককারীদের এটাকে লুফে নেয়ার জন্যে এখানে বিভিন্ন বিষয় ছিল। | Ci sono molte questioni a riguardo sollevate da alcuni “burloni” online. |
9 | প্রথমতঃ দৈনন্দিন কথা-বার্তায় “শীতার্ত” বিশেষণটি সাধারণত পোশাক প্রসঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। এই সম্পর্কে প্রথম কৌতুকটি দেখা যায় লেন্তা. | Primo, l'aggettivo “gelido”, nel linguaggio comune, viene generalmente usato riferendosi ai capi d'abbigliamento. uno dei primi scherzi a riguardo appare sull'account Twitter ufficiale [ru] di Lenta.ru : |
10 | আরইউ'র অফিসিয়াল টুইটার ফিডে [রুশ ভাষায়]: | |
11 | “উষ্ণ। | Caldo. |
12 | ওম। | Gelido. |
13 | আপনার। | Tuo. |
14 | দস্তানা।” | Muffole. |
15 | অন্য ব্লগাররা শীঘ্রই শীতকালের বিভিন্ন উষ্ণ জিনিসপত্র যেমন তামাশা, ভ্যালেংকি (শীতকালীন রুশ বুট জুতা) [রুশ ভাষায়], কেন্দ্রীয় উত্তাপ ব্যবস্থা [রুশ ভাষায়] এবং পশমী মোজা [রুশ ভাষায়] দিয়ে কৌতুকটির পুনরাবৃত্তি করতে শুরু করে। | Altri blogger hanno replicato presto lo scherzo, con diversi tipi di accessori invernali, come i valenki [ru] (i tipici stivali di feltro dell'Armata Rossa, ancora oggi utilizzati dai russi durante l'inverno) termosifoni [ru], e calzettoni di lana [ru]. |
16 | সোচি ২০১৪ এর আনুষ্ঠানিক ওয়েবসাইটের পর্দাছবি। | Screenshot dal sito ufficiale di Sochi 2014. 29 |
17 | ২৯শে সেপ্টেম্বর ২০১২ | Settembre 2012. |
18 | স্লোগানটির রুশ সংস্করণটি বহুবচন যা “жаркие” এর সঙ্গে যুক্ত হয়ে সাধারণভাবে কেবল তাপমাত্রার উষ্ণতা না বুঝিয়ে “আবেগপ্রবণ,” “উষ্ণ,” এবং “কামুক” অর্থ প্রকাশ করে। | La versione russa dello slogan è plurale, che combinato con “жаркие” (caldo) fa pensare alle parole appassionato, fervente e caloroso, piuttosto che riferirsi semplicemente alla temperatura. |
19 | এসব কিছুই একে বোধগম্যভাবে অশ্লীল টুইটার তামাশার দিকে ধাবিত করেছে যাকে অনেকেই পতিতাবৃত্তির বিজ্ঞাপনের স্লোগানের সঙ্গে তুলনা করেছে। | Questo ha inevitabilmente portato alla ribalta gli scherzi su Twitter, dove molti hanno paragonato lo slogan con annunci legati alla prostituzione. |
20 | উদাহরণস্বরূপ, (টুইটার) ব্যবহারকারী মেরেরান্না টুইট করেছেন [রুশ ভাষায়]: | Per esempio l'utente MereReanna ha twittato [ru]: |
21 | আইএমএইচও [আমার ক্ষুদ্রবুদ্ধি অনুসারে]: শুনতে অনেকটা কোন পতিতালয়ের একটি বিজ্ঞাপনের মতো মনে হয় | secondo la mia modesta opinione: suona più come l'annuncio per un bordello |
22 | ব্যবহারকারী রামজিলসুলতানভ একমত হয়েছেন [রুশ ভাষায়]: | User RamzilSultanov è d'accordo [ru]: |
23 | তারা বলে যে সোচি অলিম্পিক স্লোগানটি আসলেই “ব্ল্যাকজ্যাক (একধরনের তাস খেলা) আর পতিতা নিয়ে শীত কাটানো!”, কিন্তু শেষ মুহূর্তে তারা এটাকে “উষ্ণ, ওম, আপনার”তে পরিবর্তিত করেছে। | Dicono che originariamente lo slogan delle Olimpiadi di Sochi fosse ” Inverno con blackjack e puttane”, ma all'ultimo momento l'hanno cambiato con “Caldo. Gelido. |
24 | | Tuo.” |
25 | এছাড়াও সহচর পরিষেবার বিজ্ঞাপনের ইঙ্গিত করে সাংবাদিক আন্দ্রেই কোজেনকো টুইট করেছেন [রুশ ভাষায়]: | Alludendo anche agli annunci dei servizi di escort, il giornalista Andrey Kozenko ha twittato [ru]: Nello slogan olimpico “Caldo. |
26 | অলিম্পিক স্লোগান “উষ্ণ, ওম, আপনার” এর সঙ্গে শুধু একটি ফোন নম্বর এবং “ব্যক্তিগত বাসস্থান। | Gelido. Tuo” hanno dimenticato il numero di telefono e la parte dove dice “Residenze private. |
27 | অ্যাপার্টমেন্ট।” | Appartamenti.” |
28 | লেখা লাইনটি নেই। অনুরূপ ইঙ্গিত করে টুইট করেছেন [রুশ ভাষায়] ব্যবহারকারী নুলুল: | Di simile lettura il tweet [ru] di NuLool: |
29 | কচি এবং কোমল। | giovane e agile. |
30 | এছাড়াও উষ্ণ, ওম এবং আপনার। | Anche caldo, gelido e tuo. |
31 | একই ধারণায় টুইট করছেন [রুশ ভাষায়] ব্যবহারকারী কার্ণহোহোল: | Un'idea [ru] simile l'ha avuta anche kernhohol: |
32 | এটা শুধু আমি, নাকি এতে “স্তন” শব্দটি নেই? | Sono solo io, o qui manca la parola “tette”? |
33 | সবশেষে, রুশ শব্দ “твои” ইংরেজী “আপনার” শব্দের চেয়ে অনেক বেশি মালিকানাসূচক। | Infine, in russo la parola “твои” (tuo) ha un significato molto più possessivo rispetto allo “yours” inglese. |
34 | মনে হয় এই অন্তর্নিহিত অর্থটি আরইউনেটে ব্যাপকভাবে ধারণা করা সোচি গেমসের অর্থ তসরুপের সঙ্গে যুক্ত হয়ে নিচের এক লাইনের প্রহসন(প্যারডি)গুলোর জন্ম দিয়েছে: | Questa caratteristica sembra si sia combinata con l'opinione diffusa su RuNet riguardo al fatto che i fondi per i Giochi di Sochi siano stati sottratti, portando alla luce una nuova parodia online: |
35 | আন্দ্রেই কোনিয়ায়েভ [রুশ ভাষায়]: | Andrey Koniaev [ru]: |
36 | […] তসরুপ। | […] Sottrarre. |
37 | ব্যয়। | Spendere. |
38 | একটি গোষ্ঠী রয়েছে | Ci sarà un party |
39 | পাভেল আগিভ [রুশ ভাষায়]: | Pavel Ageev [ru]: |
40 | আপনার করের টাকা আমলাদের উষ্ণ শীতের ছুটির কাটানোর জন্যে ব্যয় হচ্ছে | Le VOSTRE tasse sono state spese per le CALDE vacanze INVERNALI dei burocrati kofadeev [ru]: |
41 | কোফাদিভ [রুশ ভাষায়]: | Caldo, gelido, con i tuoi soldi. |
42 | উষ্ণতা, ওম আপনার টাকায়। | (c)Sochi-2014 e infine [ru]: |
43 | (c)সোচি ২০১৪ | Sochi-2014. |
44 | এবং সবশেষে [রুশ ভাষায়]: | Sochi-2014. Croccante. |
45 | সোচি-২০১৪, কুড়মুড়ে, তসরুপ, আপনার নয়। | Sottratto. Non vostro. |
46 | জাইখের বিবর্তন। | L'evoluzione di Zoich. |
47 | ৮ই নভেম্বর ২০১০ তারিখে ইউটিউব থেকে নেয়া পর্দাছবি। | Screen shot da YouTube, 8 Novembre 2010. |
48 | ভিডিও, ইগরঝাগুন। | Video di egorzhgun. |
49 | গেমসের স্লোগান প্রকাশ করার সময় সোচি ২০১২ এর সাংগঠনিক কমিটি ঠিক কী আশা করেছিল সেটা অস্পষ্ট। তবে আকর্ষনের চেষ্টা করে থাকলে তারা ঠিকই সেটা পেয়েছেন। | Non è chiaro cosa esattamente il Comitato Organizzativo si aspettasse quando rivelò lo slogan dei Giochi, ma se era l'attenzione quella che volevano, di certo l'hanno ottenuta. |
50 | আকর্ষণ উত্তেজনা সৃষ্টি করার জন্যে কমিটির এটাই প্রথম অনলাইন ভাইরাল বিপণন কৌশলের ব্যবহার নয়। | Non sarebbe la prima volta che il Comitato ha usato tattiche di marketing virale online per ricevere attenzioni e suscitare interesse. |
51 | গত বছর গ্লোবাল ভয়েসেস সোচি অলিম্পিকের মাসকট নির্বাচন প্রতিযোগিতায় একটি বিশেষরকম হাস্যকর অন্তর্ভূক্তি - জাইখ [রুশ ভাষায়] নামের একটি শীতকালীন লোমশ ব্যাঙ - নিয়ে রিপোর্ট করেছিল। | L'anno scorso Global Voices ha segnalato un episodio divertente riguardante il concorso per la scelta della mascotte delle Olimpiadi di Sochi- il peloso rospo invernale chiamato Zoich [ru]. |
52 | পরবর্তীতে দেখা যায় [রুশ ভাষায়] যে কমিটি আরইউনেট-এ আলোচিত হওয়ার জন্যে একজন ব্যঙ্গচিত্র শিল্পীর সেই জাইখকে নির্বাচিত করে। | In seguito si è scoperto [ru] che Zoich era stato commissionato dal Comitato da un artista di caricature, al fine di formetare la discussione su RuNet. |
53 | (এই আলোকে, সেই প্রচেষ্টাটি জনসংযোগের বিচারে অবশ্যই একটি সফলতা।) এখন লক্ষ্য যদি এটাই হয়ে থাকে, (তবে) সাফল্য নাগালের মধ্যেই। | (vista così, ovviamnete l'impresa fu un trionfo dal punto di vista delle pubbliche relazioni). Se anche oggi l'obiettivo è questo, il successo è di nuovo assicurato. |