# | ben | ita |
---|
1 | থাইল্যান্ডে কেন পিৎজা নিয়ে কথা বললে আপনি বিপদে পড়তে পারেন | Thailandia: perchè parlare liberamente di ‘pizza’ potrebbe mettervi nei guai |
2 | পিৎজা কোম্পানির হটলাইন ১১১২ এখন অপরাধ আইনের ১১২ নম্বর ধারা নিয়ে কথা বলার ক্ষেত্রে এক সাঙ্কেতিক নাম্বারে পরিণত হয়েছে। | Il numero telefonico 1112 del ristorante The Pizza Company è diventato un messaggio in codice per riferirsi all'articolo 112 del codice penale |
3 | ধরুন আপনি থাইল্যান্ডে রয়েছেন এবং হঠাৎ আপনার পিৎজা খাওয়ার ইচ্ছা জাগল, সেক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা রয়েছে যে দেশটির সর্ববৃহৎ পিৎজা চেইন “দি পিৎজা কোম্পানির” পিৎজার উল্লেখ হতে পারে। | Se vi trovate in Thailandia e venite improvvisamente assaliti dalla voglia di pizza, è molto probabile che vi venga indicata The Pizza Company [en, come gli altri link], la più grande catena di fast food dedicata alla pizza della nazione. |
4 | যখন আপনি কোম্পানির হট লাইন “১১১২” ডায়াল করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ থাইল্যান্ডে এমন অনেক একটিভিস্ট রয়েছেন যারা কুখ্যাত অপরাধ আইনের ১১২ ধারা বোঝাতে পিৎজা শব্দটিকে সঙ্কেত হিসেবে ব্যবহার করে। | E al momento di comporre il numero dell'azienda “1112”, bisogna essere consapevoli del fatto che alcuni attivisti thailandesi utilizzano la parola ‘pizza' per riferirsi al ben noto articolo 112 del codice penale. |
5 | ব্যাংকক ভিত্তিক এক ইংরেজী সংবাদ সাইট খাওসোদ ব্যাখ্যা করছে যে পিৎজা শব্দটি আপরাধ আইনের এই বিশেষ ধারার সাথে যুক্ত হওয়ার এই বিষয়টির খুব সাধারণ কারণ হচ্ছে দি পিৎজা কোম্পানির প্রায় কাছাকাছি একই রকম ফোন নাম্বার এই আইনের ধারার নাম্বার-এর সাথে মিলে যায়। | Khaosod English, un sito giornalistico con sede a Bangkok, ha spiegato che la parola pizza è arrivata ad essere associata alla sezione particolare della legge penale semplicemente perché il numero di telefono del ristorante The Pizza Company corrisponde quasi perfettamente al nome della legge. |
6 | ১১২ নাম্বার ধারা রাজ পরিবার অপমান বিরোধী আইন (লে ম্যাজিস্টে), যে আইনের ধারা অনুসারে রাজ পরিবারের জন্য অপমানকর যে কোন আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। | L'articolo 112 riguarda la legge di lesa maestà o di diffamazione della famiglia reale, che criminalizza qualsiasi comportamento considerato offensivo nei confronti della famiglia reale. |
7 | বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা ছাড়াও থাইল্যান্ডের নাগরিকদের মাঝে রাজা দেশটির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। | Il re della Thailandia è il personaggio pubblico più venerato della nazione, oltre a rappresentare il monarca regnante in carica da più tempo al mondo. |
8 | অনেক বিদ্বান ব্যক্তি মনে করেন যে এই ১১২ ধারা বিশ্বের সবচেয়ে কঠোর আইন এবং তার পরিমার্জন প্রয়োজন। | Alcuni studiosi ritengono che l'articolo 112 sia il più rigido in assoluto e che pertanto dovrebbe essere riformato. |
9 | এসএমএস পাঠানো কিংবা অনলাইনে মন্তব্য পোস্ট করার কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি কারাগারে আটক রয়েছে। | Diverse persone sono già state arrestate con l'accusa di aver diffamato il re tramite sms sul cellulare o con commenti pubblicati in rete. |
10 | কয়েকজন এ্যাকটিভিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে সরকার এই আইনের মাধ্যমে সমালোচকদের হয়রানি করছে। | Alcuni attivisti hanno accusato il governo di strumentalizzare la legge per tormentare gli oppositori. |
11 | ১১২ নাম্বার ধারার সংস্কারের জন্য বেশ কয়েকটি দরখাস্ত প্রদান করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এই সমস্ত দরখাস্ত প্রত্যাখান করেছে।. | Varie petizioni sono state presentate per la riforma dell'articolo 112, ma le autorità hanno respinto queste proposte. |
12 | ১১২ নাম্বার ধারা উল্লেখ করার জন্য রেড শার্ট একটিভিস্ট স্টিকার ব্যবহার করেছে। | Adesivo utilizzato dagli attivisti delle Camicie Rosse in riferimento all'articolo 112 |
13 | আইনের ১১২ ধারায় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে, কয়েকজন থাই নাগরিক “কুখ্যাত” এই আইনটিকে সরাসরি বোঝানোর জন্য পিৎজা শব্দটি উল্লেখ করে: | Per evitare di essere processati ai sensi dell'articolo 112, alcuni thailandesi stanno usando la parola ‘pizza' per riferirsi a questa legge “draconiana”, invece di menzionarne direttamente la misura: |
14 | যদি কোন আলোচনা রাজাকে বিপজ্জনকভাবে অপমানের মধ্যে দিয়ে শুরু হয়, তাহলে কেউ হয়ত ব্যঙ্গ করে বলবে, আপনি কি কোন পিৎজার অর্ডার দিচ্ছেন? অথবা বলবে “ আমি আশা করি তারা জেলখানায় পিৎজা সরবরাহ করবে”। | Se una discussione comincia a deviare pericolosamente verso insulti alla monarchia, qualcuno potrebbe scherzosamente chiedere, “Stai ordinando una pizza?” oppure “Spero che servano la pizza in prigione.” |
15 | গত মাসে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর, নতুন সরকার এক ডজন রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। | Dopo che lo scorso maggio l'esercito ha preso il potere, il nuovo governo ha presentato più di una dozzina di casi di lesa maestà. |
16 | সাম্প্রতিক এক মামলা, যে ঘটনায় এক বিদ্বান ব্যক্তি জড়িত, তার বিরুদ্ধে এক অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা অভিযোগ দায়ের করেছিল যে তিনি মৃত এক রাজাকে অপমান করেছেন। | Un caso recente ha visto coinvolto uno studioso che è stato segnalato da un ufficiale dell'esercito in pensione per aver insultato un re morto. Coloro che vengono ritenuti colpevoli di lesa maestà possono essere detenuti per un massimo di 15 anni. |
17 | রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে যারা অপরাধী প্রমাণিত হয়, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। | Quindi la prossima volta che componi il numero 1112 in Thailandia, assicurati che ti stia davvero rivolgendo al ristorante The Pizza Company. |
18 | কাজে আগামীতে যদি আপনি থাইল্যান্ডে বাস করে ১১১২ ডায়াল করেন তাহলে নিশ্চিত হোন যে আসলে আপনি পিৎজা কোম্পানিতে ডায়াল করেছেন। | In caso contrario, potresti ritrovarti a mangiare la pizza nella cella di una prigione. |