Sentence alignment for gv-ben-20120612-27632.xml (html) - gv-ita-20120609-61239.xml (html)

#benita
1কেনিয়াঃ শহুরে বাগানে শিকড়Kenya: in aumento l'orticultura urbana
2কেনিয়ায় শহরবাসীরা সংরক্ষণ ও বিক্রয়ের জন্য স্বল্প ধারণ ক্ষমতাসম্পন্ন জায়গায় খাদ্য উৎপাদন করার উপায় শিখছে।In Kenia, gli abitanti delle città stanno imparando diverse tecniche per produrre cibo anche in spazi ridotti, sia per il consumo che per la vendita.
3নিম্ন আয় ও আয়হীন মানুষের জন্য, শহুরে বাগান খাদ্য নিরাপত্তার চাবিকাঠি হতে পারে।Per le persone con basso o senza reddito, l'orticoltura urbana potrebbe essere la chiave per la sicurezza alimentare.
4এই ভিডিওগুলোতে কনটেইনারে খাদ্য উৎপাদন এবং সীমিত জায়গা ও সম্পদ ব্যবহার সম্পর্কে দেখানো হয়েছে।Questi video mostrano come il cibo possa essere prodotto in contenitori utilizzando spazio e risorse limitati.
5মাম্মুত ফিল্ম প্রোডাকশনের মিশেলে মেলারা ও আলেসান্দ্রো রসি পরিচালিত গড সেভ দি গ্রীন প্রামাণ্যচিত্রের একটি অংশে ব্যাগ বাগান দেখানো হয়েছে যা নাইরোবিতে শহুরে বাগানকারীদের ছয় সদস্যের একটি পরিবারের জন্য আড়াআড়িভাবে এক বর্গ মিটারের পত্র পূর্ণ বাগান করতে সহায়তা করছেঃDal documentario della Mammut Film Production God save the green [it] di Michele Mellara e Alessandro Rossi è tratto questo breve spezzone sugli orti in borsa che stanno permettendo agli orticoltori urbani di Nairobi di crescere abbastanza ortaggi a foglia per una famiglia di sei persone in un metro quadrato, avanzando in verticale:
6বি এ ব্লেসিং টুডে ভিডিও পাঠিয়েছে যেখানে কেনিয়ায় বিভিন্ন শহরে বাগান করার কৌশল শেখানো হয়।Be a Blessing Today [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato] ha caricato sul web una serie di video che insegnano differenti tecniche di urban farming applicate nel loro orto in Kenia.
7এর মধ্যে পূর্বে উল্লেখিত ব্যাগ পদ্ধতিতে কিছু উন্নয়ন ও পানি দেয়ার সহজ উপায় দেয়া হয়েছেঃUna di queste è quella del video precedente, il metodo della borsa, con alcuni miglioramenti che rendono più semplice l'irrigazione:
8বি এ ব্লেসিং কর্তৃক প্রদত্ত অন্য দুইটি পদ্ধতি হল রেইসড বেড ওয়ালস ও স্টেয়ারওয়ে ফার্মিং, উভয় পদ্ধতিই সহজতর বাগানের জন্য স্থান সৃষ্টির জন্য সহায়ক, রেইসড বেডের মাধ্যমে ফসল ও গাছকে বাঁকানোর দরকার হয় না, যা কংক্রিটের মধ্যে বনায়নে সহায়তা করে।Altri due metodi insegnati da Be a Blessing Today sono la coltivazione dei basamenti dei muri e la coltivazione sulla scala, entrambi metodi per riadattare gli spazi per una orticoltura semplice, creando basamenti coltivati che non richiedono particolare inclinazione per raccogliere e piantare, e consentono anche di piantare in aree cementate.
9ইউটিউবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য মানুষ কর্তৃক সীমিত জায়গায় খাদ্য উৎপাদনের কৌশলের ভিডিও দেয়া হয়েছে।Altre tecniche utili per coltivare cibo in spazi limitati sono condivise da altre persone da diverse parti del mondo su YouTube .
10উদাহরণস্বরূপ, একটি উল্লম্ব বাগানে খাদ্য উৎপাদনের জন্য ফেলে দেয়া প্লাস্টিকের বোতল ব্যবহারের ধারণা অসাধারণ:Per esempio, questo è un buon metodo per riutilizzare le bottiglie di plastica usate per produrre cibo grazie su orti verticali:
11এখানে অকেজো প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি প্লাস্টিকের কনটেইনারের উপরে ও নিচে পাছ লাগানো দেখানো হয়েছেঃIn questo video si vede la crescita di piante sia sopra che sotto a un contenitore di plastica ricavato da una grande bottiglia per l'acqua:
12Questo altro video mostra come gli pneumatici usati possano essere utilizzati come contenitori per gli orti:
13এই অন্য ভিডিওটিতে অকেজো টায়ারকে বাগানে কনটেইনার হিসেবে ব্যবহারের উপায় দেখানো হয়েছেঃL'immagine della piantina è dell'utente Flickr Chrisseee, ripresa con licenza Creative Commons Attribution.