# | ben | ita |
---|
1 | আফগানী র্যাপশিল্পী বাল্যবিবাহ বিষয়ে গান গেয়ে বাল্যবিবাহ করা থেকে নিষ্কৃতি পায় | Giovane rapper afgana sfuggita ad un matrimonio forzato grazie alla sua musica |
2 | আফগানী র্যাপশিল্পী সোনিটা আলীজাদেহ ‘বিক্রয়ের জন্য বধূ' শীর্ষক গানটি লিখে ১৪বছর বয়েসে জোর করে বিয়ে করার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। | La rapper afgana Sonita Alizadeh ha scampato a stento un matrimonio forzato all'età di 14 anni scrivendo la canzone “Brides for Sale”. |
3 | সম্পতি সে ক্যালিফর্নিয়ার পশ্চিম ওকল্যাণ্ড পরিদর্শন করে খুবই অবাক হয়েছে যে ইরান ও আফগানিস্তানের মতো আমেরিকাতেও দরিদ্র এলাকা ও গৃহহীন মানুষ আছে। | Recentemente ha visitato West Oakland, California ed è rimasta sorpresa del fatto che anche negli Stati Uniti, come in Iran e in Afghanistan, ci siamo quartieri poveri e con senzatetto. |
4 | শুকা কালান্তারির সৌজন্যে। | Credit: Shuka Kalantari. |
5 | পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। | Pubblicato con il permesso di PRI. |
6 | দ্যা ওয়ার্ল্ড এর জন্য শুকা কালান্তারি লেখা এই প্রবন্ধ ও বেতার প্রতিবেদন সর্বপ্রথম ২০১৫ সালের মে মাসের ১২ তারিখে পিআরআই. অর্গ এ প্রকাশিত হয়, এবং সংবাদ-বিনিময় চুক্তির অংশ হিসেবে এখানে পুনপ্রকাশিত হয়। | Questo articolo e servizio radiofonico di Shuka Kalantari per The World sono apparsi originariamente su PRI.org il 12 Maggio 2015 e vengono qui ripubblicati come parte di un accordo per la condivisione di contenuti. |
7 | আমার সাথে সোনিটা আলীজাদেহ-এর প্রথম দেখা হয় যখন সে তার প্রথম যুক্তরাষ্ট্র সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে শহরে আসে। | Ho incontrato Sonita Alizadeh quando è arrivata in città per il suo primo concerto in America. |
8 | আমরা হাঁটছিলাম তখন যে হঠাৎ থেমে যায় ও একটি লোকের দিকে তাকিয়ে থাকে যে তার মেয়ে দু'জনের সাথে খেলছিল। | Discutevamo camminando, quando si è fermata improvvisamente e ha iniziato a fissare un uomo che giocava con le sue due figlie. |
9 | ‘এখানে আমেরিকায় একজন বাবা তার মেয়েদেরকে উদ্যানে নিয়ে যাবার জন্য সময় বরাদ্দ করে রাখে, সে বলল। | “Qui in America un padre può prendersi del tempo per portare le figlie al parco”. |
10 | ‘আমি যেখান থেকে এসেছি সেখানে এটা দেখতে পাওয়া যায় না।' | Ha detto. “Nel mio paese non è possibile”. |
11 | সোনিটা আফগানিস্তান থেকে এসেছে। | Sonita è afgana. |
12 | তার বয়স ১৮ বছর, তার চুল লম্বা কালো এবং সে ছোটখাট গড়নের। | Ha 18 anni, magra ed ha lunghi capelli neri. |
13 | যদি তার মাতাপিতার পরিকল্পনামাফিক তার সবকিছু চলতো তবে তার এতোদিনে বিবাহ হয়ে যেত। | Se le cose fossero andate secondo i piani dei suoi genitori, adesso sarebbe sposata. |
14 | ‘আমি মাঝে মাঝে ভাবি যে আমি এখন হয়তো একজন মা হয়ে থাকতাম - কয়েকটি বাচ্চা সহ। | “A volte penso al fatto che adesso sarei stata madre - con dei figli. |
15 | এই ভাবনাটি আমার পছন্দের না।' | Non è un pensiero che mi piace”. |
16 | সোনিটা ইরানের রাজধানী তেহরানে বড় হয়েছে। | Sonita è cresciuta a Tehran, la capitale dell'Iran. |
17 | তার পরিবার যুদ্ধের কারণে তার ৮বছর বয়েসের সময় আফগানিস্তান থেকে পালিয়ে যায়। | La sua famiglia è fuggita dall'Afghanistan quando aveva 8 anni, a causa della guerra. |
18 | সে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে যারা নথিবিহীন আফগানী শিশুদেরকে প্রশিক্ষণ দেয়। | Ha frequentato un'associazione no profit che insegnava ai bambini afgani senza documenti. |
19 | সেখানেই সে কারাটে, ফটোগ্রাফী, গিটার বাজানো শিখেছে, এবং সে গান ও র্যাপ করা শুরু করে। | Lì ha avuto nozioni di karate, fotografia, chitarra e ha iniziato a cantare e fare rap. |
20 | তার সঙ্গীত দ্রুতই স্বীকৃতি লাভ করে। | La sua musica ha avuto un rapido successo. |
21 | একজন ইরানী পরিচালকের সাথে সোনিটার পরিচয় হয়েছে যে তার শৈলীকে পালিশ করতে ও সঙ্গীতের ভিডিও নির্মাণ করতে সাহায্য করেছে, যার ফলে সে কয়েকটি পুরস্কারও পেয়েছে। | Sonita ha incontrato un regista iraniano che l'ha aiutata a raffinare il suo stile e a creare video musicali. |
22 | সবকিছুই নিখুঁতভাবে চলছিল। | Questo l'ha portata a vincere alcuni premi. |
23 | খুঁত বের হবার আগ পর্যন্ত। ‘একদিন আমার মা আমাকে বলল, ‘তোমাকে আমার সাথে আফগানিস্তানে যেতে হবে। | Tutto era perfetto finchè “un giorno mia madre mi ha detto, ‘Devi tornare in Afghanistan con me. |
24 | সেখানে একজন লোক আছে যে তোমাকে বিবাহ করতে চায়। | C'e un uomo che vuole sposarti. |
25 | তোমার ভাইয়েরও বাগদান হয়েছে এবং তোমার ভাইয়ের বিবাহের খরচ বহন করতে আমাদের তোমার বিবাহের যৌতুকের অর্থ প্রয়োজন।” | Tuo fratello è fidanzato e abbiamo bisogno della dote per pagare il suo matrimonio.' “ |
26 | সোনিটা খুবই ভেঙ্গে পড়লো। | Sonita era distrutta. |
27 | তাই সে ‘বিক্রয়ের জন্য বধূ' নামে একটি গান রচনা করলো। | Perciò compose la canzone “Brides for sale” - spose in vendita. |
28 | গানটি শুরু হয় এভাবে ‘আমি ফিসফিস করে বলি, যাতে কেউই শুনতে না পায় যে আমি বালিকা বিক্রয়ের কথা বলছি। | La canzone inizia così: “Lasciami sussurrare, cosi nessuno sentirà che parlo di ragazze vendute. |
29 | আমার কণ্ঠ শোনা যেতে পারবে না কারণ এটি শরীয়া বিরুদ্ধ। | La mia voce non deve essere udita perchè va contro la Sharia. |
30 | নারীদেরকে অবশ্যই নিশ্চুপ থাকতে হবে… এটিই আমাদের প্রথা।' | Le donne devono rimanere in silenzio…questa è la nostra tradizione”. |
31 | এই ভিডিওতে সোনিটাকে বিবাহের পোষাক পরিহিত অবস্থায় দেখা যায় - আর তার কপালের উপর একটি বারকোড। | Il video mostra Sonita che indossa un abito da sposa - con un codice a barre sulla fronte. |
32 | তার মুখে আঘাতের চিহ্ন। | Il suo volto coperto di lividi. |
33 | তাকে বিক্রয় করে না দেবার জন্য সে তার পরিবারের কাছে আকুতি করে। | Supplica la famiglia di non venderla. |
34 | তার মাতাপিতা ভিডিওটি সম্পর্কে কী ভাববে তা নিয়ে সোনিটা খুবই চিন্তিত ছিল - কিন্তু তারা আসলে এটিকে পছন্দই করেছিল - এবং তারা তাকে বলেছেও যে তাকে বিবাহ করতে হবে না। | Sonita era preoccupata della reazione dei suoi genitori alla vista del video - ma in realtà lo hanno apprezzato - e le hanno detto inoltre che non doveva sposarsi. |
35 | ‘আমার পরিবার যে আমার জন্য আমাদের পরিবারের প্রথা ভেঙ্গেছে তা আমার কাছে অনেক বেশী অর্থ বহণ করে। | “Significa molto sapere che la mia famiglia è andata contro le nostre tradizioni per me. |
36 | এখন আমি এমন এক জায়গায় যেখানে আমি যে আসতে পারবো তা কখনও ভাবতেই পারিনি।' | Ora sono in un posto dove non avrei mai immaginato di arrivare.” |
37 | সোনিটার সঙ্গীতকে ঘিরে সৃষ্টি হওয়া মনোযোগ তাকে ইউটার একটি শিল্প একাডেমীতে পুর্ণ বৃত্তি পাইয়ে দিয়েছে, এবং এটাই সান ফ্রান্সিসকো উপসাগর এলাকাতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের কারণ। | L'attenzione rivolta alla musica di Sonita le ha permesso di ottenere una borsa di studio in un'accademia d'arte nello Utah e questo l'ha portata al concerto qui nella baia di San Francisco. |
38 | কিন্তু অনুষ্ঠানের আগে সোনিটার কিছু অনুশীলন করা প্রয়োজন। | Ma prima dello show Sonita deve provare. |
39 | আমরা আমার গাড়ীতে চড়ে বসি এবং কাছেই পশ্চিম ওকল্যাণ্ড এলাকায় যাই। | Saltiamo in macchina e guidiamo verso la vicina West Oakland. |
40 | পশ্চিম ওকল্যাণ্ডের এই এলাকা দেখে সোনিটা মর্মাহত হয়। | Sonita era sconvolta dal quartiere di West Oakland. |
41 | তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতে এমনও জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?” সে জিজ্ঞাসা করলো। | “Mi stai dicendo che in America ci sono posti in cui non puoi andare da sola di notte?” mi ha chiesto. |
42 | শুকা কালান্তারির সৌজন্যে। | Credit: Shuka Kalantari. |
43 | পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। | Pubblicata con il permesso di PRI. |
44 | অনুশীলনের স্টুডিওটি গ্রাফিটি দিয়ে ঢাকা একটি এলাকা। | La sala prove si trova in un quartiere coperto di graffiti. |
45 | রাস্তার উভয় পাশেই গৃহহীন মানুষের সারি। | I due lati della strada sono pieni di senzatetto. |
46 | সোনিটা মর্মাহত হয় - কারণ এটি তাকে তার বাড়ীর কথা মনে করিয়ে দেয়। | Sonita è sconvolta - perchè le ricorda il suo paese. |
47 | ‘আমি একটি এলাকায় বেড়ে উঠেছি যেখানে সকলেই দরিদ্র ছিল এবং ঘরগুলো ছিলো ভাঙ্গাচোরা,' সোনিটা বলল। | “Sono cresciuta in un quartiere dove tutti erano poveri e le case erano fatiscenti,” dice Sonita. |
48 | ‘আমি রাতের বেলা ঘরের বাইরে যেতে পারতাম না কারণ তা সত্যিই খুব বিপজ্জনক ছিল। | “Non potevo uscire di notte perche era veramente pericoloso. |
49 | তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতেও এমন জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না? | Mi stai dicendo che anche in America ci sono posti in cui non si può andare da soli di notte? |
50 | তাহলে মানুষ কোথায় আশ্রয় খুঁজে পাবে?' | Allora in quale altro posto una persona può rifugiarsi?” |
51 | এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার অল্প সময় পরই, ফারকোনদা নামের সেই নারীর বিষয়ে সোনিটা পড়েছে যাকে কোরানের একটি খণ্ড পোড়ানোর অভিযোগে আফগানিস্তানে পাথর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়। | Non molto tempo dopo il concerto, Sonita ha letto di una donna di nome Farkhondeh che è stata lapidata e picchiata a morte in Afghanistan, con l'accusa di aver bruciato il Corano. Sonita aveva il cuore a pezzi. |
52 | তাই সে যা ভালভাবে করতে জানতো তাই সে করেছে: এবিষয়ে একটি গান সে লিখেছে। | Perciò ha fatto quello che sa fare meglio: scrivere una canzone su questo episodio. |
53 | ‘র্যাপসঙ্গীত আপনাকে অন্য মানুষের কাছে আপনার গল্প বলতে সাহায্য করে। | “La musica rap ti permette di raccontare la tua storia agli altri. |
54 | র্যাপ সঙ্গীত হলো আমার হৃদয়ে থাকা কথাগুলো বিনিময় করার একটি মঞ্চ।' | La musica rap è una piattaforma per condividere le parole che ho dentro”. |
55 | এবং কখনো কখনো র্যাপসঙ্গীত দুঃখ, ক্ষোভ প্রকাশ করার একটি উপায়, যেগুলো না দেখাতে আফগানী নারীদেরকে বলা হয়েছে। | E a volte la musica rap è un modo per esprimere quella tristezza e quella rabbia che le donne afgane non hanno il diritto di mostrare. |
56 | যদিও সোনিটা এখন তার বাড়ী থেকে ৭,০০০ মাইর দূরে বসবাস করে, সে বলে যে সে সর্বদাই তার হৃদয়ের সবচেয়ে কাছে থাকা আফগানী জনগণের বিষয়ে গান গেয়ে যাবে। | Anche se adesso Sonita vive a più di 7000 miglia lontana da casa, dice che canterà sempre riguardo ciò che le sta più a cuore: la gente dell'Afghanistan. |