Sentence alignment for gv-ben-20120410-23574.xml (html) - gv-ita-20120312-55899.xml (html)

#benita
1দক্ষিণ কোরিয়াঃ জেজু নৌ ঘাটি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদCorea del Sud: proteste diffuse contro la base navale di Jeju
2দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে নৌ ঘাটি নির্মাণের প্রতিবাদে গাংজেওং গ্রামের অধিবাসীরা কয়েক বছর ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।Sono ormai parecchi anni che gli abitanti di Gangjeong, nella Corea del Sud, stanno protestando contro la costruzione di una base navale sull'isola di Jeju [it].
3সামরিক এই প্রকল্পটি যেহেতু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানে অবস্থিত সেহেতু প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয়দের সম্মতির প্রয়োজন।A quanto pare il progetto militare avrebbe un grosso impatto sull'ecosistema di uno dei siti-patrimonio dell'UNESCO.
4জে জু অধিবাসীদের ৯৪% এ ঘাটি স্থাপনের বিপক্ষে মত দিয়েছে।Durante un referendum il 94% dei residenti di Jeju ha votato contro la costruzione della base.
5যদিও এখন পর্যন্ত দক্ষিণ কোরীয় সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে।Nonostante ciò il Governo sud coreano ha insistito con la prosecuzione dei lavori.
6৭ মার্চ, ২০১২ তারিখে দক্ষিণ কোরীয় নৌবাহিনী এবং নির্মাণ কোম্পানি স্যামসাং কর্পোরেশন তীরবর্তী পাথুরে ভিত্তিভূমি ফাটানোর কাজ শুরু করে।Il 7 marzo 2012 la marina del Sud Corea, insieme all'impresa edilizia Samsung Corporation, ha iniziato a far esplodere le rocce della fascia costiera [en, come gli altri link eccetto ove diversamente indicato].
7পরবর্তী দিনে হাজারও সক্রিয়তাবাদী দ্বীপে চলে আসে এবং পোতাশ্রয় নির্মাণের জন্য তীরবর্তী পাথর যেন আর না ফাটানো হয় সে বিষয়ে নৌ বাহিনীকে কাজ বন্ধ করতে বলে।Il giorno dopo centinaia di attivisti sono giunti sull'isola per impedire alla marina di spazzar via l'intera costa sud coreana.
8এ ঘটনায় অনেকেই গ্রেফতার হয়।Molti sono stati arrestati.
9দ্বীপের অধিবাসী ও সক্রিয়তাবাদীদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং কিভাবে নৌ স্থাপনা দ্বীপটির তটরেখাকে ধ্বংস করতে পারে তার প্রচারণামূলক ভিডিও চিত্রঃQuesto un video della campagna d'opposizione, che mostra i “metodi di distruzione” della marina e la protesta pacifica degli attivisti e degli abitanti:
10৭ মার্চ ফেসবুকে প্রকাশিত কোরীয় যুদ্ধ বন্ধে জাতীয় প্রচারণা- তে পরিস্থিতির ব্যাখ্যা করা হয়ঃNational Campaign to End the Korean War spiega su Facebook la situazione creatasi il 7 marzo:
11জেজুতে তটরেখায় বিস্ফোরণ বন্ধে সক্রিয়তাবাদীদের উদ্যোগ।Attivisti contro l'esplosione della fascia costiera di Jeju.
12ছবি- ফেসবুকে কোরীয় যুদ্ধ বন্ধে জাতীয় প্রচারণা-এর সৌজন্যে।Foto di National Campaign to End the Korean War su Facebook.
13পবিত্র বলে বিবেচিত জেজু দ্বীপের গুরেওম্বি আগ্নেয় তটরেখায় জেজুর গভর্নর উ কর্তিক দক্ষিণ কোরীয় নৌবাহিনীকে বিস্ফোরণ বন্ধের আবেদন জানানো সত্বেও নৌবাহিনী এবং স্যামসাং কর্পোরেশন তীরবর্তী এলাকায় ৮০০ কিলোগ্রাম বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছেন।Nonostante il governatore Woo abbia chiesto alla marina della Corea del sud di interrompere la distruzione della costa vulcanica di Gureombi, considerata sacra da tutta l'isola di Jeju, la marina e la Samsung Corporation hanno declinato la richiesta facendo saltare 800 kili di esplosivo sul litorale.
14গত পাঁচ মাসে সেখানে ৪৩ টন বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়।Si stima che le esplosioni dureranno ancora per cinque mesi e verranno utilizzate ben 43 tonnellate di esplosivo.
15স্থানীয় বিশ্লেষকেরা মনে করেন যে যদি ক্ষমতাসীন দল এপ্রিলের সাধারণ নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রপতি লী মুং ব্যাকের নৌ ঘাটি নির্মাণ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়া করার অভ্যাস স্থায়ী ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে।Secondo gli analisti locali il comportamento avventato del Presidente Lee Myungbak, deriva da un'unica preoccupazione: la costruzione della base navale potrebbe essere messa a rischio, solo se il partito dominante perde la maggioranza parlamentare nel corso delle elezioni di Aprile.
16ইতিমধ্যে এ ধরনের পদক্ষেপের কারনে অনেক সাধারণ নাগরিক উষ্মা প্রকাশ করেছেন।Tuttavia, una mossa simile ha offeso molti cittadini.
17জেজুকে রক্ষা কর- শীর্ষক ফেসবুক পাতায়, জেজু অধিবাসীরা ও সক্রিয়তাবাদীরা তথ্য নবায়নের কাজ শুরু করেছেন।Sulla pagina Facebook di Save Jeju, i cittadini e gli attivisti continuano a esprimere le loro opinioni.
18পাথুরে পরিধি প্রাচীর ভেদ করে প্রায় ২০ জোন সক্রিয়তাবাদী গুরম্বি পাহাড়ে প্রবেশ করেছে।Circa venti attivisti hanno invaso Gurombee rompendo la recinzione perimetrale con delle pietre.
19৯ মার্চ সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সু লীঃL'ultimo aggiornamento risale al 9 marzo, Su Lee scrive:
20জেজুতে ৫ জন জেজু অধিবাসীসহ ক্যালিফোর্নিয়া থেকে আগত ডেনিস ও আর ৯ জন সক্রিয়তাবাদীকে গ্রেফতার করা হয়েছে।Dennis dalla California e altri nove attivisti da altri paesi sono stati arrestati, inclusi cinque abitanti di Jeju.
21৭ মার্চ কি দেখেছেন সে বিষয়ে ইমক চা বর্ণনা করেনঃImok Cha ha descritto quello a cui ha assistito il 7 marzo:
22পুলিশের সারিঃ ছবি- ফেসবুকে ইমক চা এর সৌজন্যেPolizia allineata contro la protesta.
23৩ স্তরের পুলিশ বেষ্টনী দিয়ে গাংজুং পুরোপুরি অবরুদ্ধ ছিল।Di Imok Cha su Facebook. Gangjung completamente bloccata da tre file di poliziotti.
24কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়, আনুমানিক দুপুর দুইটার দিকে।Manca poco all'esplosione, avverrà a mezzogiorno, cioè tra due ore.
25৫ মাস ধরে বিস্ফোরণ ঘটানোর অনুমোদন আছে।Il permesso di usare l'esplosivo vale per cinque mesi.
26কয়েক দফায় বিস্ফোরণ ঘটানো হয়।Pare che il processo di demolizione avverrà a fasi.
27গেটের কাছে ৮ টন এবং দূরে পশ্চিম প্রান্তে ৩৫ টন বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়।Otto tonnellate saranno usate per gli accessi e trentacinque tonnellate per le zone più ad ovest.
28বিস্ফোরণের জন্য গুরুম্বীতে তারা ৪.Per tale esplosione hanno trivellato un buco di 4,5 metri di profondità.
29৫ মিটার গভীর গর্ত করে।Come siamo arrivati a tutto questo???
30কেন তারা এটা করছে!!! হায়েন লী ছিলেন খুবইআশাহতঃHaein Lee ha espresso tutta la sua frustrazione:
31এ প্রকল্পটি একটা বেকুবি ছাড়া আর কিছুই না!Questo progetto non ha alcun senso!
32এমন কাজ আমরা কেন করব যা আমরা কখনই পুনরুদ্ধার করতে পারবনা এবং যার জন্য আমাদেরকে নিশ্চিতভাবেই অনুশোচনা করতে হবে!Perché dobbiamo fare cose che non possono essere riparate e di cui ci pentiremo per gli anni avvenire?
33দয়া করে বন্ধ কর এসব!Vi prego, fermatevi!
34সুং হী এমেওং বলেনঃSung Hee Myoung rilancia:
35এটা অনেকটা পৃথিবীর মূল্যবান অংশ হারানোর মত।É come perdere una parte di mondo. Dobbiamo interessarci a quello che sta succedendo.
36এ বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই মাথা ঘামানো উচিত। এটা কোন মামুলি সমস্যা নয়,এটা পৃথিবীর একটা দ্বীপের সমস্যা!Non è un problema da niente come l'erba più verde del vostro vicino, stiamo parlando di un'isola che si trova sulla terra, la terra di tutti!
37জেজুতে অনুষ্ঠিতব্য বিশ্ব সংরক্ষণ কংগ্রেস শুরু হওয়ার আগে সরকারের এ ধরনের কার্যকলাপকে এরিন ক্যাং পাগলামী বলে মনে করেনঃErin Kang pone in evidenza l'assurdità della scelta del governo proprio alla vigilia del Congresso per la salvaguardia della terra che si terrà a Jeju:
38এটা পুরোপুরি হাস্যকর যে গাংজেওং এ এখন যা ঘটছে সে পরিস্থিতিতে সেপ্টেম্বর ১০১২ তে জেজুতে বিশ্ব সংরক্ষণ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে।A settembre 2012, Jeju ospiterà il Congresso per la salvaguardia della terra, il che è totalmente ridicolo alla luce di ciò che sta accadendo a Gangjeong proprio in questi giorni.
39এ অনুষ্ঠানের আয়োজক ও সংবাদ সংস্থাদের এ ভণ্ডামির বিষয়ে জানানো উচিত।Gli organizzatori dell'evento e le agenzie stampa dovrebbero essere messi al corrente di questa ipocrisia.
40দয়া করে আয়োজকদের মেইল করুন এবং প্রচার মাধ্যমকে সতর্ক করুন।Vi prego mandate una mail agli organizzatori e avvisate i media.
41গাংজেওং এ চলমান নিষ্ঠুরতা সম্পর্কে আর বেশি মানুষকে জানানোর জন্য আমাদের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে হবে।Dobbiamo usare qualsiasi mezzo per far si che la gente parli il più possibile delle atrocità che stanno avvenendo a Gangjeong.
42পরিবেশগত দিক ছাড়াও আন্তর্জাতিক শান্তি আন্দোলনের কর্মীরা বিশ্বাস করে যে চীনের চারপাশে আঞ্চলিক সামরিক কৌশলের অংশ হল এই নির্মাণ।Oltre alle preoccupazioni per l'ambiente, gli attivisti per la pace internazionale ritengono che la costruzione rientri nella strategia dell'esercito regionale di circondare la Cina.
43এ পরিস্থিতি জেজু অধিবাসীদের একটা আঞ্চলিক উদ্বেগের মধ্যে ফেলে দিবে।Questo trascinerebbe gli abitanti di Jeju sulla prima linea delle tensioni regionali.
44জেজু দ্বীপ রক্ষা কর- কোন নৌ ঘাটি নয়- আবেদনে বলা হয়েছেঃCome spiegato sulla petizione Save Jeju Island - No Naval Base:
45পাঁচ বছর আগে নৌ ঘাটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও ৯৫% জেজুবাসী ভোটের মাধ্যমে এর বিরোধিতা করেছে। এখনও তাঁদের প্রতিবাদ আপনাদের সরকারের কর্ণ কুহরে প্রবেশ করছে না।Dato che il progetto per la costruzione della base navale è stato annunciato cinque anni fa, il 95% degli abitanti di Jeju hanno votato contro la base e hanno adoperato ogni mezzo democratico possibile per bloccare la sua costruzione.
46চীনকে বেস্টন করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষার অংশ হিসেবে দক্ষিন কোরিয়ার সরকার তাঁর নিজ দেশের দ্বীপবাসীদের নিরাপত্তা বিসর্জন দিতে প্রস্তুত বলে স্থানীয় অধিবাসীরা যে উদ্বেগ প্রকাশ করেছে সে বিষয়ে আমরা একমত।Eppure le loro proteste sono cadute in vano nel vostro governo. Noi sosteniamo l'indignazione dei cittadini nei confronti del governo sud coreano che preferisce sacrificare la sicurezza dell'isola per costruire una postazione missilistica di difesa degli Stati Uniti quale parte di una strategia provocativa par circondare la Cina.
47নৌ ঘাটি স্থাপনে কোরীয় জনগনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জেজু অধিবাসীরা প্রত্যাখান করেছে।Gli abitanti di Jeju si rifiutano di credere che questa base navale migliorerà la sicurezza del popolo coreano.
48তাঁরা জানেন এটা ভবিষ্যতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং দ্বীপটিকে সামরিক সংঘাতের প্রধান ক্ষেত্র করে তুলবে।Sanno bene infatti, che questa mossa destabilizzerà ulteriormente la regione asiatica del pacifico e renderà l'isola il primo bersaglio per la rappresaglia militare.
49এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বের শান্তিবাদী কর্মীরা দ্বীপটি ভ্রমণ করেছেন এবং স্থানীয় আন্দোলনে আরও বেশি আন্তর্জাতিক সমর্থনের দাবি জানিয়েছেন।In risposta a questa situazione, pacifisti da tutto il mondo sono giunti sull'isola reclamando un sostegno internazionale per la questione locale. Imok Cha traduce la relazione da pressian.com:
50প্রেসিয়ান. কম থেকে অনুবাদ করে ইমক চা জানানঃAngie Zelter, candidata al Premio Nobel per la pace, resterà a Gangjung per due settimane.
51নোবেল শান্তি পুরষ্কার প্রার্থী আঞ্জি জেটলার আরও ২ সপ্তাহ গাংজুং এ অবস্থান করবেন।In questi giorni è andata sulla costa di Gurumbi e si è gettata in acqua.
52গতকাল তিনি গুরুম্বি তীরের উদ্দেশে যাত্রা করেন এবং সেখানে পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন আরও অনেক শান্তি রক্ষী এখন এখানে দরকার।Ha detto che in questo momento servono molti più pacifisti e che è stato uno shock per lei ascoltare le spudorate menzogne del governo a proposito dell'ambiente.
53পরিবেশ রক্ষায় সরকারের নির্জলা মিথ্যা ও পরিবেশ রক্ষায় গ্রামবাসীর আন্দোলন দেখে তিনি বিস্মিত।Tuttavia, è rimasta molto colpita dalla lotta degli abitanti coreani per la salvaguardia della natura.
54জেজু প্রতিবাদের একজন সক্রিয় কর্মী ব্রুস গাংনন আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার বিষয়ে তাঁর ব্লগে বলেনঃSul suo blog Bruce Gagnon, in prima linea nella protesta anti-base, spiega l'importanza di una partecipazione alla causa a livello internazionale:
55জেজু দ্বীপে আন্তর্জাতিক শান্তি কর্মীদের এ সময়ে পাঠানো মানে এই যে বৈশ্বিক শান্তি আন্দোলনের কর্মীরা যাতে স্থানীয় সংগ্রামের কৌশল পরিষ্কার ভাবে উপলব্ধি করতে পারে।Inviare nuovi portatori di pace sull'isola di Jeju sarebbe un segnale per tutti coloro che sono coinvolti nella causa. Evidenzierebbe infatti, che il movimento di pace globale è perfettamente consapevole della natura strategica di questa lotta locale.
56এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ওবামা কর্তৃক “সর্বোচ্চ গুরুত্ব” প্রদানের ঘোষণা এ অঞ্চলে মার্কিন সামরিকবাহিনীর কর্মকাণ্ড পরিচালনায় দ্বৈততা সৃষ্টি করবে- আর এক্ষেত্রে চীন তীরবর্তী এলাকায় নৌ বাহিনীর আরও পোর্ট- অব- কল এর প্রয়োজন হবে।Il tanto annunciato “perno” di Obama nei confronti dell'Asia del pacifico rappresenta un raddoppiamento virtuale delle operazioni militari degli Stati Uniti in questa regione. È per questo che la marina ha bisogno di ulteriori appigli nei pressi della costa cinese e non a caso il paesino di Gangjeong dista soltanto trecento miglia.
57আর এক্ষেত্রে গাংজেওং গ্রাম কেবল ৩০০ মাইল দূরে।