Sentence alignment for gv-ben-20100118-8808.xml (html) - gv-ita-20100117-13790.xml (html)

#benita
1হাইতির ভূমিকম্পের উপর রুশ ব্লগাররা প্রতিক্রিয়া জানিয়েছেLa reazione dei blogger russi al terremoto di Haiti
2হাইতিতে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে, যা ২০১০ সালে প্রখম এক বৈশ্বিক বিপর্যয়ের সৃষ্টি করে।Il potente terremoto di Haiti è il primo disastro del 2010 ad avere risonanza globale.
3রুশ ব্লগাররা যদিও এই বিপর্যয় কেন্দ্র থেকে অনেক দুরে ছিল, তবে তারা দ্রুত ভূমিকম্পে বিপর্যস্ত লোকদের জন্য তাদের সমর্থন ব্যক্ত করে [রুশ ভাষায়]।Per quanto lontani dal cataclisma, i blogger Russi si sono precipitati a manifestare sostegno [ru] alle vittime del terremoto.
4এরপর লম্বা সময় ধরে হাইতির এই বিপর্যয় রুনেটে আলোচনার এক বিষয় হয়ে দাঁড়ায়।E la tragedia di Haiti è diventata uno dei temi più discussi su RuNet.
5যদিও অনেক ব্লগার কেবল এই বিপর্যয় সংক্রান্ত তাজা খবর জানিয়ে গেছে, তবে অনেকে সংবাদের প্রধান শিরোনামগুলো উচ্চারণ করার বাইরেও কিছু করার চেষ্টা করেছে [রুশ ভাষায়]।Mentre parecchi blogger si sono limitati a rilanciare le ultime notizie sul disastro [ru], alcuni sono andati oltre i titoli di agenzia.
6গ্লোবাল ভয়েসেস অনলাইনের রুশ ব্লগস্ফেয়ার তার কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছে।Ecco qualche esempio dei più salienti dalla blogosfera russa.
7এল জে ইউজার ডাইনিক [রুশ ভাষায়] লিখেছেন:Scrive l'utente di LiveJournal dainik [ru]:
8হাইতির সংবাদে আমি শঙ্কিত, দেশটি একেবারে ধ্বংস হয়ে গেছে… আমি সংবাদগুলো দেখেছি। সরকার এই বিপর্যয়ের সাথে পেরে উঠছে না।Mi inorridiscono le notizie che arrivano da Haiti, il paese è a pezzi… Ho visto il telegiornale, il governo non riesce a far fronte al disastro.
9তারা বলছে যে, বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প এটি। এই ভূমিকম্প ছিল ৭.Dicono che sia il terremoto più devastante degli ultimi 200 anni.
10০ মাত্রার।7 di magnitudo.
11টুইটার ব্যবহারকারী প্লেপজএনস্টপ স্বীকার করেছেন যে হাইতির উপর তোলা সকল দৃশ্য দেখে তিনি খুব ভয় পেয়েছেন [রুশ ভাষায়]।Su twitter playpausenstop ammette [ru] di essere troppo spaventato per guardare le immagini che arrivano da Haiti.
12ব্লগার মাগসুপগাস এই ভূমিকম্পের সাথে আর্মেনিয়ায় সংঘটিত হওয়া অন্যতম এক ভূমিকম্পের তুলনা করেছেন [রুশ ভাষায়]।Il blogger mgsupgs ha paragonato [ru] il terremoto di Haiti a quello di Spitak, Armenia, del 1988 [in].
13এটি ১৯৮৮ সালে দেশটির স্পিটাক নামক এলাকায় সংঘটিত হয় [ইংরেজী ভাষায়]।
14তিনি যুক্তি দেখান যে, ভবন নির্মাণের আদর্শকে যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রচণ্ড ক্ষতি হয়েছে।Secondo lui l'enorme numero di morti è di certo dovuto allo scarso livello delle norme edilizie.
15ব্লগার প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ঘটনা সংঘটিত হবার অনেক আগে থেকে প্রস্তুতি নেবার কথা বলেন, বিশেষ করে বিপর্যয়ের ক্ষেত্রে সঠিকভাবে ভবন নির্মাণের গুরুত্ব দেবার কথা বলেন।Il blogger dice che c'è bisogno di prepararsi ai disastri con molto anticipo, a partire dall'attenzione che va prestata alla qualità dei fabbricati.
16প্রাক্তন সোভিয়েত আমলে নির্মিত ভবনের ক্ষেত্রে নির্মাণের আদর্শ গুণাবলী না মানা এক ব্লগের এলজে ব্যবহারকারী জারমানইচের জন্য এক আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় [রুশ ভাষায়]।E sul blog dell'utente di LiveJournal germanych [ru] si è acceso anche il tema dell'inadeguatezza delle norme edilizie nelle ex repubbliche sovietiche.
17কিছু ব্লগারের কাছে ভূমিকম্প প্রকৃতির শক্তিকে অনুভব করার এক বিষয় বলে বিবেচিত হয়েছে।Per alcuni blogger il terremoto è stata occasione per fare considerazioni sulla forza della natura.
18যেমন এলজে ব্যববহারকারী হিলারিওস লিখেছেন [রুশ ভাষায়]:Su LiveJournal Hilarios, per esempio, ha scritto [ru]:
19মানুষ প্রকৃতিকে যতই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুক না কেন, এই সব প্রচেষ্টা সব সময় ব্যর্থ হয়েছে।Benché l'umanità si impegni al massimo per cercare di dominare la natura, i suoi tentativi falliscono invariabilmente.
20প্রচুর জ্ঞান লাভ এবং বিশাল সম্পদ অর্জনও প্রকৃতির উন্মত্ত বিপর্যয়ের সামনে কিছুই না।Di fronte alla furia di certi disastri, non possono nulla neanche enormi conoscenze e risorse colossali.
21অন্য ব্লগাররা সেখানে যা ঘটেছে, সেই পরাবাস্তবতার ছবি দেখে আতঙ্ক অনুভব করেছেন।Fra i blogger c'è stato anche chi ha evidenziato gli aspetti più surreali della sciagura.
22ভ্লাদিমির মিলোভ (ওরফে এল জে ব্যবহারকারী ভি-মিলভ) লিখেছেন [রুশ ভাষায়]:Così ha scritto [ru] Vladimir Milov (su LiveJournal come v-milov):
23পোর্ট-অ-প্রিন্সের বিধ্বস্ত রাষ্ট্রপতি ভবন দেখে মনে হল আরেকটি মহাবিপর্যয়ের উপর নির্মিত হলিউডের চলচ্চিত্র কেবল পর্দা থেকে সরে গেল।
24আপনারা কি “ডাই হার্ড ৪” নামের হলিউডি ছবিটির কথা স্মরণ করতে পারেন, আমি মনে করি যেখানে একই সময়ে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটন ডি. সির অনেক ভবন ধ্বংস হয়ে যায়?Le immagini del palazzo presidenziale distrutto a Port-au-Prince ricordano uno di quei film apocalittici che simulavano la distruzione del Campidoglio a Washington, D.C. Ve lo ricordate?
25এবং -এখানে হাইতিতে তা বাস্তবে ঘটল।E questa invece è realtà.
26এন্টন মালিয়ভাস্কি (ওরফে এলজে ব্যবহারকারী মালিয়াভাস্কি) সঠিকভাবে বলেছেন [রুশ ভাষায়] যে লোকজনের স্বভাব হচ্ছে যখন হাইতিতে খারাপ কিছু ঘটে, তখন তা নিয়ে চিন্তা করে:Anton Maliavski (su LiveJournal maliavski) ha giustamente sottolineato [ru] che in genere si tende a pensare ad Haiti solo quando vi accade qualcosa di brutto:
27আধুনিক রাষ্ট্রের মধ্যে আমি মনে করি, খারাপ সংবাদ তৈরির ক্ষেত্রে হাইতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে।Fra gli stati del mondo contemporaneo credo che Haiti batta il record delle brutte notizie.
28সাধারণত হাইতি প্রায়শ খবর হয়ে আসে, কিন্তু তার বেশিরভাগই খারাপ সংবাদ।Di notizie da Haiti ce ne sono poche, ma quando arrivano sono sempre cattive.
29সাম্প্রতিক দশকে লোকজন এই ক্রান্তিয় অঞ্চলের এক আনন্দে মেতে থাকা জাতীর দেশটিকে মনে রেখেছে ভীতিকর সব ঘটনা ঘটার কারণে।Quest'isola tropicale abitata da una popolazione gioiosa, negli ultimi decenni è stata ricordata solo per fatti terrificanti.
30প্রথমত দেশটির নাম উঠে আসে তার বিবর্ণ স্বৈরশাসক দ্যুভলিয়রের কারণ (তিনি প্রথমেপাপা ডক [ইংরেজী ভাষায়] নামে পরিচিত ছিলেন, পরে তিনি বেবি ডক [ইংরেজী ভাষায়] নামে পরিচিত হন), এর পর দেশটি আরিষ্টিডের [ইংরেজী ভাষায়] হাতে চলে যায়।Prima la dittatura dei foschi Duvalier (padre, Papa Doc [in] e figlio Baby Doc [in]), poi il regno di Aristide il posseduto [in], poi il colpo di stato, gli eccidi, il fermento civile permanente, e così via.
31অভ্যুত্থান, গণহত্যা, স্থায়ী গণঅসন্তোষ, ইত্যাদি, সমস্যা যেন দেশটিতে লেগে আছে।Il tutto associato alla povertà assoluta della sua gente.
32আর এখন, এক ভুমিকম্প আঘাত হেনেছে।E adesso, il terremoto.
33[…] হাইতিকে নিয়ে যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে সেগুলোর শেষ পরিণত ভাল নয়।[…] Anche i film ambientati ad Haiti non vanno mai a finir bene.
34“দি কমেডিয়ান” [ইংরেজী ভাষায়] যা বার্টন এবং টেইলর কে নিয়ে নির্মিত [ইংরেজী ভাষায়], চার্লটন রাম্পলি অভিনিত “হেডিং সাউথ”- [ইংরেজী ভাষায়],সবগুলো ছবিতে ব্যর্থ প্রেম, মৃত্যু এবং হানাহানির কাহিনী।In “The Comedians” [in] con Richard Burton e Liz Taylor [I Commedianti (it)] e “Heading South” [in] con Charlotte Rampling [Verso Sud (it)] - delusioni d'amore, morte e violenza sono all'ordine del giorno.
35আমি সত্যিই তাদের জন্য দু:খিত।Sono veramente dispiaciuto per questa gente.
36এটা পরিষ্কার নয়, কি ভাবে এই দেশটিকে সাহায্য করা যায়।E non si capisce come si possa aiutarlo questo paese.
37তবে সাধারণভাবে বলা যায়, এটাও পরিষ্কার নয় যে, কি ভাবে রাশিয়াকে সাহায্য করা যেতে পারে, যথারীতি একই অবস্থা…স্পেলবাউন্ডের মত। মালি.Se è per questo, non si capisce neanche come si faccia ad aiutare la Russia… vittime di un incantesimo
38রু ব্যবহারকারী ইলেকোরোস্টেলের চিন্তাপূর্ণ মন্তব্য করেছেন [রুশ ভাষায়]:Questa la riflessione dell'utente elekorostele [ru]:
39এটা এক আতঙ্কের সৃষ্টি করে…. যখন আপনি বুঝতে পারবেন, প্রতিদিন আপনি কতটা প্রকৃতির খামখেয়ালীপনার উপর নির্ভরশীল।Terrificante… È uno di quei momenti in cui ti rendi conto come certe preoccupazioni quotidiane siano proprio facezie.