# | ben | ita |
---|
1 | সিরিয়া: ভিডিওগুলোতে তীব্র সংঘাতের প্রমাণ | Siria: video documentano l'incremento della violenza |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। সিরিয়ার রাজধানী দামেস্কে বুধবারের আক্রমণটিতে রাস্ট্রপতি বাশার আল আসাদের কয়েকজন মুখ্য নিরাপত্তা সহযোগী নিহত হয়েছে। | Mercoledì un attacco a Damasco, capitale della Siria, ha ucciso i collaboratori chiave delle forze di sicurezza del Presidente Bashar Al Assad, segnando un'importante escalation nel conflitto che si protrae da 16 mesi tra il regime siriano e le forze di opposizione. |
3 | এতে সিরিয়ার শাসকগোষ্ঠী এবং বিরোধী বাহিনীগুলোর মধ্যে ১৬মাস ব্যাপী সংঘাতে একটি গুরুত্বপূর্ণ তীব্রতা বৃদ্ধি সূচিত হয়েছে। | |
4 | বৃহস্পতিবার এক্টিভিস্টরা রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অব্যহত যুদ্ধের কথা জানিয়েছে। | Giovedì gli attivisti hanno segnalato lotte continue nelle zone che circondano la capitale Damasco. |
5 | একই দিন রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্যে সিরীয় সরকারের উপর অবরোধ আরোপের একটি সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করেছে। | Lo stesso giorno, Russia e Cina hanno posto il veto [en] su una risoluzione del Consiglio di Sicurezza delle Nazioni Unite che avrebbe dovuto emettere una sanzione nei confronti del governo siriano per non aver attuato un piano di pace internazionale. |
6 | সিরিয়া থেকে আসা সংবাদে সামাজিক মিডিয়া জ্বলছে। ইউটিউবে এক্টিভিস্টদের আপলোড করা ভিডিওগুলো দর্শকদেরকে তীব্রভাবে বেড়ে যাওয়া সংঘাতটির মূল ধাপগুলো অনুসরণ করার সুযোগ করে দিয়েছে। | Le notizie dalla Siria hanno infiammato i social media: i video caricati su YouTube dagli attivisti consentono a tutti di seguire le fasi principali di un conflitto che va fa facendosi sempre più aspro. |
7 | দামেস্ক বোমাবর্ষণের একটু পর থেকেই সারা শহরের পার্শ্ববর্তী এলাকাগুলো জুড়ে মর্টার শেল নিক্ষেপ এবং আকাশ থেকে বোমাবর্ষণ শুরুর রিপোর্ট আসতে শুরু করে। | Poco dopo il bombardamento di Damasco, sono iniziate ad arrivare cronache di bombardamenti aerei e col mortaio in tutta la città. |
8 | সেগুলোর কিছু কিছু - এমসিরিয়া৯১ এর পাঠানো নিচেরটির মতো - ভিডিওতে ধরা পড়েছে: | Alcuni di questi sono stati ripresi, come quello caricato da msyria91: |
9 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
10 | v=dzPk0GAdR7k&feature=player_embedded | v=dzPk0GAdR7k&feature=player_embedded |
11 | পরে বুধবার এক্টিভিস্টরা রিপোর্ট করেছে যে সিরিয়ার সামরিক বাহিনী দামেস্কে ট্যাংক মোতায়েন করেছে। | Più tardi, mercoledì, gli attivisti segnalano che i militari siriani hanno schierato i carri armati a Damasco. |
12 | প্রথম শোকার্ত রাস্তায় ঘোরাফেরা শুরু করার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারগুলো মাথা উপর চক্কর দিতে শুরু করেছে - ম্যারিওয়েইন এর পাঠানো নিচের ভিডিওটিতে যেমন ধারণ করা হয়েছে: | Gli elicotteri aleggiano in aria mentre le prime persone in lutto iniziano a lanciarsi in strada, come ripreso dal video pubblicato da marrywayne: |
13 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
14 | v=1_ykGov2OLs&feature=player_embedded | v=1_ykGov2OLs&feature=player_embedded |
15 | নিচের ভিডিওটিও পাঠিয়েছেন ম্যারিওয়েইন যাতে গ্রামবাসীদের বাশার আল আসাদের ঘনিষ্ট হোতাদের হত্যাকাণ্ড উদযাপন করতে দেখা যাচ্ছে বলে দাবী করা হয়েছে: | Marrywayne diffonde anche il seguente video, che mostra presumibilmente gli abitanti mentre festeggiano l'uccisione degli uomini forti della cerchia ristretta di Bashar al-Assad: |
16 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
17 | v=ObKfPoFcZYQ&feature=player_embedded | v=ObKfPoFcZYQ&feature=player_embedded |
18 | দিনের পরবর্তী অংশে সামাজিক মিডিয়াতে দামেস্কে আসাদের পোষা গুণ্ডা বাহিনী সাবিহা'র হাতে গণহত্যার অসমর্থিত খবর পাওয়া গিয়েছে। | Notizie non verificate di omicidi di massa perpetrati a Damasco dai sostenitori di Assad, gli shabiha [it], emergono sui social media più tardi lo stesso giorno. |
19 | গ্রাফিক ভিডিওগুলোতে (দর্শকের বিবেচনার পরামর্শ দেওয়া গ্রাফিক প্রকৃতির একটি ভিডিও লিংক) কথিত আক্রান্তদের শীঘ্রই ইউটিউবে হাজির হতে দেখা যাচ্ছে। | Su YouTube circolano anche video con immagini assai forti (che potrebbero urtare la sensibilità di qualcuno) che mostrano le presunte vittime. |
20 | মুভিজট্রেইলারসক্লিপ্স এর পাঠানো নিচেরটির মতো অন্যান্য সব ভিডিওতে দামেস্কের পার্শ্ববর্তী মিদান এলাকায় সরকারী বাহিনীর শেল বর্ষনের ফলাফল দেখা যাচ্ছে: | Altri video, come quello diffuso da Moviestrailersclips, mostra le conseguenze del bombardamento del quartiere Midan di Damasco ad opera delle forze governative: |
21 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
22 | v=z3jyU0AerCs&feature=player_embedded | v=z3jyU0AerCs&feature=player_embedded |
23 | মিদানেরবিপ্লব এর পাঠানো নিচের ভিডিওটিতে সারারাত ধরে মিদান এলাকাতে অব্যাহত মর্টার এবং ভারী গোলা বর্ষণ দেখানো হয়েছে: | I bombardamenti col mortaio del quartiere Midan e le violente sparatorie sono continuate per tutta la notte, come mostra il video pubblicato da MidanRevolution: |
24 | বৃহস্পতিবার বিরোধী এক্টিভিস্টরা দামেস্কের দক্ষিণ এলাকাতে অব্যাহত যুদ্ধের কথা উল্লেখ করেছে। | Giovedì, gli attivisti dell'opposizione hanno segnalato lotte continue nel distretto meridionale di Damasco. |
25 | দ্রুতই খাদ্য সংকটের সংবাদ আসে। জামালওয়ার্কমেইল এর পাঠানো নিচের ভিডিওটি রুটির জন্যে দামেস্কের বাসিন্দাদের লাইন ধরতে দেখানোর দাবি করেছে: | Ben presto sono emerse notizie circa la scarsità di cibo. jamalworkmail rilancia il seguente video, che afferma di mostrare gli abitanti di Damasco in fila per il pane: |
26 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
27 | v=DTat7DLCL24&feature=player_embedded | v=DTat7DLCL24&feature=player_embedded |
28 | পরবর্তীতে বৃহস্পতিবার পরিস্থিতিটিকে দ্রুত পরিবর্তন মনে হচ্ছিল। | Più tardi, giovedì, la situazione sembra evolvere rapidamente. |
29 | গর্বিতলিবিয়ার পাঠানো একটি ভিডিওতে বিরোধী বাহিনীর সিরীয়-ইরাকী সীমান্তের একটি পারাপারের নিয়ন্ত্রণ করতে দেখানোর দাবি করেছে।: | Un video caricato da libyanproud sostiene di mostrare le forze di opposizione che controllano un varco di frontiera al confine tra Siria e Iraq: |
30 | পরবর্তীতে খবরটি নিশ্চিত করেছেন একজন ইরাকী কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি এএফপিকে বলেছেন যে সিরিয়ার বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়া মধ্যেকার সবগুলো সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। | La notizia è stata successivamente confermata [en] da un ufficiale iracheno che giovedì ha dichiarato all'AFP che i ribelli siriani hanno preso controllo di tutti i varchi di frontiera tra Iraq e Siria. |