# | ben | ita |
---|
1 | জর্ডান: ছাত্র পরিষদের নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে | Giordania: sospetti di irregolarità alle elezioni universitarie, studenti in rivolta |
2 | জর্ডান বিশ্ববিদ্যালয়ে ২১ ডিসেম্বর,২০১০ তারিখে, ছাত্র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। | Il 21 dicembre 2010 si sono tenute le elezioni interne per il consiglio studentesco dell'Università di Giordania. |
3 | এরপরই নির্বাচনে সংঘর্ষ এবং অনিয়মের খবর ছড়িয়ে পড়ে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতি জারী করে। | A seguito di notizie riguardanti violenze e irregolarità elettorali, l'Università ha prontamente negato ci fossero stati disordini. |
4 | দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামজা লাতাউফ টুইট করেছে: : | Ora, meno di due settimane dopo, si devono registrare nuovi scontri. |
5 | জর্ডান বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ের প্রহরীরা পানির পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে দাঙ্গা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। | Hamzeh Lattouf ha commentato così su Twitter [ar, come gli altri link tranne ove diversamente segnalato]: Le guardie universitarie hanno provato a contenere le proteste usando getti d'acqua. |
6 | লাতাউফ, এরপর সংর্ঘষ কমিয়ে আনার লক্ষ্যে এক সংস্কার প্রণয়ন করার আহ্বান জানিয়ে উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ওয়ালিদ মায়ানির প্রতি ধারাবাহিক একগাদা টুইট করে: ওইয়াই@ওয়ালিদমায়ানি এক গবেষণা পরিচালনা করেছে। | Lattouf quindi pubblica una serie di messaggi chiedendo [en] a Walid Maani, Ministro dell'Istruzione Superiore, di avviare riforme per contenere la violenza: |
7 | এতে দেখা যাচ্ছে, কারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে. যাদের ভাগ্য মন্দ বা এ রকম, তাদের ভিন্ন এক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই। | @WalidMaani rifletta. che tipo di persone stanno creando così tanti problemi? quelli meno fortunati o quali altri? inizi ad accettarli in università differenti |
8 | লাতাউফ এর পর এক ভিডিও টুইট করেছে, যার মধ্যে দেখা যাচ্ছে ছাত্ররা একে অন্যের দিকে পাথর ছুঁড়ে মারছে, এবং স্ট্রেচারে করে একজন ছাত্রকে সেখান থেকে অপসারণ করা হচ্ছে। | Lattouf posta poi due video che mostrano gruppi di studenti bersagliarsi a vicenda con raffiche di pietre e una persona che viene portata via in barella: |
9 | ইউটিউব ভিডিওর স্ক্রিনশট, এখানে পোস্ট করেছে ফারিসলর্ড। | Fermo immagine del video postato da Farislord su YouTube |
10 | জর্ডান বিশ্ববিদ্যালয়ের আল-সালতিয়া বনাম আল-হামাইয়দার মধ্যে সংঘর্ষ। | Scontri all'Università di Giordania fra i gruppi al-Saltiya e al-Hamayda #Amman #JO |
11 | যখন ভিডিওটি পুনরায় টুইট করা হয়, তখন নাদা আবানদাহর মত জর্ডানি, একে ঘিরে তাদের হতাশা ব্যক্ত করে। | Man mano che i video venivano condivisi, cittadini giordani come Nada Abandah dichiaravano il loro sconcerto [en]: |
12 | বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাকি এক ধরনের গুণ্ডা #Jo http://ow.ly/3wCf2 | Studenti universitari, o una sorta di banda criminale? |
13 | মোহাম্মেদ ইউসুফ তার নিন্দা এখানে যুক্ত করেছে, এছাড়াও মায়ানিকে এখানে ট্যাগ করেছে বা যুক্ত করেছে: | #Jo http://ow.ly/3wCf2 Mohammed Yousef aggiunge la sua condanna [en], taggando nel suo messaggio anche il Ministro Maani: |
14 | এটা হচ্ছে সেই ঘটনা যা #জর্ডান বিশ্ববিদ্যালয় কমিয়ে এনেছে, http://youtu.be/4WUdbdazS2E cc: @WalidMaani #Jo | Ecco come si sono ridotte le università in #Giordania http://youtu.be/4WUdbdazS2E cc: @WalidMaani #Jo |
15 | আলি আল-হাসানি টুইট করেছে: | Per concludere, Ali Al-Hasani scrive su Twitter [en]: |
16 | ২০১১ সালে প্রবেশের আগে আমি কেবল একটা বিষয়ে কি কথা বলতে পারি? | Posso dire solo una cosa prima di entrare nel 2011? |
17 | স্রষ্টাকে ধন্যবাদ যে, আমি জর্ডানের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি না! http://youtu.be/4WUdbdazS2E #Amman #Jo | GRAZIE A DIO NON HO STUDIATO IN NESSUNA UNIVERSITÀ GIORDANA! http://youtu.be/4WUdbdazS2E #Amman #Jo |
18 | এমন এক দেশ যে দেশটি শিক্ষায় তার অর্জনের জন্য গর্ব করে, সেখানে ভবিষ্যৎ-এ ধরনের সংঘর্ষের ঘটনা বন্ধের জন্য সরকারের হস্তক্ষেপ মনে হচ্ছে জরুরী হয়ে পড়েছে। | In una nazione così fiera dei suoi risultati nell'ambito dell'insegnamento, una reazione da parte del Governo per prevenire ulteriori scontri sembrerebbe scontata. |