# | ben | ita |
---|
1 | মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: শোয়াইন ফ্লু কি শূকরকে ছুঁলে ছড়ায়? | MENA: riflussi e rilanci sull'influenza suina via Twitter |
2 | ইসলাম ধর্মে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ করার ১৪ শতকের বেশী সময় পরে এই প্রাণী আবার শিরোমানে আসছে আরব বিশ্ব জুড়ে- এইবারে টুইটের আকারে। | Dopo oltre 14 secoli da quando l'Islam ha proibito il consumo di carne di porco, ancora una volta i maiali fanno parlare di sé nel mondo arabo - questa volta sotto forma di ‘tweet'. |
3 | জর্ডান থেকে রোবা আল আসি এই রোগ সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া দেখে বিষ্মিত: | Roba Al Assi dalla Giordania è scioccata dalla reazione della gente alla malattia: |
4 | আশ্চর্য লাগে যে আমার আশেপাশের অনেকেই বিশ্বাস করে যে শুকরকে ছুঁলে শোয়াইন ফ্লু ছড়ায়। | [Sono stupita che la maggior parte della gente intorno a me creda davvero che l'influenza suina si propaghi entrando in contatto con i maiali] |
5 | মিশরে শূকর নিধনের সিদ্ধান্তের ব্যাপারে ওপুসপি মন্তব্য করেছেন: | OpusP commenta la decisione dell'Egitto di abbattere i suini dicendo: |
6 | শোয়াইন ফ্লু প্রতিরোধে মিশর দেশের সব শুকর হত্যার নির্দেশ দিয়েছে। | [L'egitto ha ordinato la macellazione di TUTTI i maiali del Paese in risposta all'influenza suina. |
7 | না মোটেই বাড়াবাড়ি মনে হচ্ছে না (ব্যাঙ্গার্থে)। | Non è affatto una reazione sproporzionata, vero?] |
8 | সিরিয়ার আলিপ্পো থেকে আলানা খুশী কারন ওই দেশে এই রোগ এখনো পাওয়া যায়নি: | aaalana da Aleppo, è contenta che la malattia non sia stata rilevata nel suo Paese: |
9 | হেহ! সিরিয়াতে শোয়াইন ফ্লু নেই। | [Hey, nessuna influenza suina qui, in Siria] |
10 | এরই মধ্যে লেবানিজ হাবিব এই রোগকে ছদ্মবেশে থাকা আশীর্বাদ হিসাবে দেখছেন এই আশায় যে এটা কিছু প্রথা বাদ দেওয়াবে, যেমন মানুষের সাথে দেখা হলে চুমা দেয়া: | Nel frattempo, il libanese habibhconsidera la malattia come una benedizione travestita, nella speranza che possa porre freno ad alcune tradizioni, come lo scambio di baci quando ci s'incontra: |
11 | চুমোয় ভরা অভিবাদন আর নয় সিরিয়ায়। আমার খালাদের এই খবর কেউ যদি পাঠায়। | [Basta con i baci di saluto in Libano … spero che riescano ad avvisare le mie zie !] |
12 | লেবানন থেকে কিফানাবকি ও সোয়াইন ফ্লুকে বড় কোন চিন্তার বিষয় না বলে বাতিল করেছেন: | Ancora in Libano, QifaNabki minimizza l'influenza suina come una trascurabile preoccupazione, notando: |
13 | লেবাননে শোয়াইন ফ্লু? | [Influenza suina in Libano ? |
14 | কোন ব্যাপার না। | Nulla di preoccupante. |
15 | যদি ওয়াইন ফ্লু হত তাহলে চিন্তার ব্যাপার ছিল। | Un'influenza alcolica … be', questa è un'altra storia.] |
16 | আর এই পোস্ট সম্পূর্ণ হবে না, যদি ইজরায়েল- ফিলিস্তিনি বিরোধ এই বিষয়ে টেনে আনা না যায়। | E questo post non sarebbe completo, se non fosse coinvolto il conflitto Israelo-Palestinese. |
17 | নিউজএটইলেভেন মজা করেছেন: | NewsatEleven scherza: |
18 | ইজরায়েলে শোয়াইন ফ্লুর প্রকোপ। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিরা শুকর ভর্তি মিসাইল দেগেছে জেরুজালেমে। | [Israele colpita dall'influenza suina, incolpa la Palestina per aver sparato dei missili pieni di maiali verso Gerusalemme. |
19 | এগারোটার সংবাদ। | Notizia delle undici.] |