# | ben | ita |
---|
1 | নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশ | Bangladesh: migliaia in piazza contro la violenza sulle donne |
2 | গত ১৪ ফেব্রুয়ারি উদ্যমে উত্তরণে শতকোটি ক্যাম্পেইনের অংশ হয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সারাবিশ্বের সাথে পথে নেমেছিল বাংলাদেশের হাজারো নারী-পুরুষ। | Con i pugni alzati al cielo, migliaia di persone in tutto il Bangladesh sono scese in strada e nelle piazze la scorsa settimana gridando con forza “Basta! |
3 | তারা নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন। বিশ্বের প্রায় ২০৩টি দেশে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। | Basta!”, è la loro richiesta perché cessi la violenza contro le donne, nell'ambito del movimento “One Billion Rising” [it]. |
4 | উল্লেখ্য, বাংলাদেশে এই ক্যাম্পেইন শুরু হয়েছিল ২০১২ সালের ১৩ সেপ্টেম্বরে। | Anche il Bangladesh ha preso parte al manifestazioni globali contro la violenza sulle donne [it]. |
5 | এই প্রতিবাদ কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে নারী-পুরুষেরা তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা ফেলে ৬৪টি জেলাসহ ঢাকার ৪২টি স্থানে মানববন্ধনে অংশ নিয়েছিলেন। | |
6 | রাস্তায় দাঁড়িয়ে তারা নারী নির্যাতনের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন। | Più di 13.000 persone [en, come i link successivi] sono “insorte” in tutti i 64 distretti del Paese . |
7 | স্লোগানের মধ্যে ছিল- ‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না'; ‘বন্ধনে শৃঙ্খলে আটকে রাখা আর না'। | Il movimento “One Billion Rising” ha toccato un tasto particolarmente sensibile in Bangladesh. |
8 | উদ্যেমে উত্তরণে শতকোটি (ওয়ান বিলিয়ন রাইজিং) ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সারাবিশ্ব থেকে এক বিলিয়ন নারী-পুরুষকে এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল করা। | |
9 | আর ক্যাম্পেইনের নাম হিসেবে ওয়ান বিলিয়ন রাইজিং রাখা হয়েছে, কারণ জাতিসংঘের তথ্য মতে, সারাবিশ্বের এক বিলিয়ন নারী তাদের জীবত্কালে যৌন ও শারীরিক নিগৃহের শিকার হন। এখানে ওইদিনের কিছু ছবি দেয়া হলো। | Secondo una relazione della polizia di stato infatti, tra il 2001 e il 2012, in Bangladesh sono state 174.691 le donne vittime di violenze, comprese le violenze legate alla dote, gli attacchi con acidi, i rapimenti, gli stupri, gli assassini e la tratta di esseri umani. |
10 | ছবিগুলো নেয়া হয়েছে উদ্যেমে উত্তরণে শতকোটি বাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং)- এর ফেসবুজ পেজ থেকে। সংসদ সদস্যদের কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ। | Secondo il Rapporto sullo Sviluppo Umano elaborato dall'ONU, il Bangladesh ha il più alto tasso di stupri nella regione, il che significa che statisticamente una donna su 1000 è vittima di stupro. |
11 | অ্যাকশন এইড বাংলাদেশ গান গেয়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায়। এদিন গার্মেন্টসের কর্মীরাও রাস্তায় নেমেছিলেন। | “One Billion Rising” è l'iniziativa più importante organizzata da V-Day a livello mondiale - per ricordare che oggi almeno un miliardo di donne al mondo sono possibili vittime di violenza fisica o sessuale, stando ai dati dell'ONU. |
12 | ঢাকার বাইরে সিরাজগঞ্জেও কর্মসূচী পালিত হয়েছে। | Ecco alcune foto delle manifestazioni, tratte dalla pagina Facebook One Billion Rising Bangladesh. |
13 | কর্মসূচীর সাথে সংহতি জানায় বাংলাদেশস্থ জাতিসংঘ অফিস। | La solidarietà dei membri del Parlamento alla campagna. |
14 | শিল্পকলা একাডেমির কাছে জাগ্রত জনতা। | Action Aid Bangladesh denuncia la violenza sulle donne cantando delle canzoni. |
15 | শিল্পকলা একাডেমিতে সাধনা অনুপ্রেরণামূলক নাচ বিদ্রোহী পরিবেশন করে। | Lavoratori del settore tessile manifestano contro la violenza sulle donne a Gulshan, Dacca. |
16 | প্রতিবাদ কর্মসূচীতে মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতনের শিকার নারীদের স্মরণে এবং সাম্প্রতিক সময়ে চলা শাহবাগ আন্দোলনে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। | |
17 | আরও ছবি আর গল্প পাওয়া যাবে ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ ফেসবুক পাতায় এবং তাদের ব্লগে। | Uomini e donne della cittadina di Sirajgonj uniti nella protesta. |
18 | নীচে কিছু টুইট বার্তা: | Le Nazioni Unite testimoniano il proprio sostegno alla campagna. |
19 | @ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): সাতমসজিদ রোড আর ৩১টি স্থানে নারীপক্ষের আয়োজনে ওবিআর কার্যক্রম। | |
20 | মোট অংশ নিয়েছে ১৩,০৮৫ জন। ঢাকায় ১৯২৫, সারা বাংলাদেশে ১১,১৬০। | Alunni e insegnanti alzano il pugno in segno di protesta, Accademia Shilpakala, Dacca. |
21 | @ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): বাংলাদেশ জুড়ে আজ বেলা একটায় জেগেছে ৩৮০র ও বেশী সংগঠন এবং ১০ লক্ষেরও বেশী মানুষ, নারীর প্রতি সহিংসতা রোধে! | |
22 | #ওবিআর বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষের দেশ। | Shadhona si esibisce nella danza del “Bidrohi”, Accademia Shilpakala. |
23 | দেশটিতে নারী-পুরুষের অনুপাত ১০০:১০৬। ঘরে-বাইরে নারীরা প্রায়ই নানা ধরনের হয়রানি, সহিংসতার শিকার হন। | Candele accese in memoria delle donne che hanno subito violenze durante la Guerra di Liberazione del 1971 (piazza centrale di Shahbag). |
24 | জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ধর্ষণের হার এখানে প্রতি হাজারে ১ জন নারী ধর্ষণের শিকার হন। | |
25 | অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০১ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ১৭৪,৬৯১ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। | |
26 | এরমধ্যে এসিড নিক্ষেপ, ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা, পাচার, যৌতুকের জন্যে মারধর রয়েছে। | |