# | ben | ita |
---|
1 | মহাশূণ্যে ইরানের একটি বানর প্রেরণ এবং অন্যটির পৃথিবীতে প্রত্যাবর্তন | Iran: una scimmietta va nello spazio e ne torna giù un'altra |
2 | মহাশূন্যে যাত্রা শুরু করার পূর্বে আফতাব নামের বানরটি। | La scimmietta Aftab prima del lancio nello spazio. |
3 | ছবিঃ ইরনা | Foto: IRNA |
4 | ইরানের সরকার একটি বানরকে মহাশূন্যে সফলভাবে প্রেরণ এবং ২৮ জানুয়ারি, ২০১৩ তারিখে পশুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনার যে দাবি করেছে তা ব্লগাররা ও সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ জানিয়েছে। | |
5 | অফিসিয়াল ছবি - যেগুলোতে অনুমিতভাবে বানরটিকে মহাশূন্য যাত্রার আগে ও পরে চিত্রিত করা হয়েছে - সেখানে কোন মিল পাওয়া যায়নি। | Blogger e testate d'informazione hanno messo in dubbio [en] le dichiarazioni del Governo iraniano secondo le quali sarebbe stata lanciata una scimmia nello spazio, per poi farla rientrare viva il 28 gennaio 2013. |
6 | এতে করে মহাশূন্য যাত্রাটি যে বানোয়াট হতে পারে, সে ব্যাপারে সংশয় ও সন্দেহ আরও বাড়ছে। জাতীয় আইআরআইবি চ্যানেল ওয়ানের সম্প্রচার থেকে রেকর্ড করা অফিসিয়াল ফুটেজগুলো এখানে রয়েছেঃ | Immagini ufficiali - che ritrarrebbero la scimmia prima e dopo il lancio - non sembrerebbero corrispondere [fa, come i link successivi], facendo così sorgere ulteriori dubbi e sollevando il sospetto che il lancio possa essere stato un falso. |
7 | জনপ্রিয় ইরানি লিঙ্ক-শেয়ার করা সাইট বালাতারিনে অনেকেই বলেছেন, শাসকগোষ্ঠী মিথ্যা বলছে। | Qui di seguito viene riportata la registrazione del filmato ufficiale andato in onda su una trasmissione del canale nazionale IRIB: |
8 | তাঁরা যাত্রার পূর্বে বানরটির ছবির সাথে ফিরে আসা ক্যাপসুলের ভিতর থেকে উদ্ধারকৃত বানরের ছবির তুলনা করেছেন। দু'টি ছবির বানরের মধ্যে শারীরিক অমিলগুলো স্পষ্ট। | Secondo parecchi utenti del popolare sito iraniano di condivisione di link, Balatarin, il regime sta mentendo e paragonano le immagini della scimmia prima del lancio con una foto della scimmia che sarebbe stata estratta dalla sonda spaziale al ritorno sulla Terra, sottolineando le diversità tra le due. |
9 | এখানে সেগুলো রয়েছেঃ | Ecco le foto: |
10 | এই পোস্টটির প্রধান ছবিটির উপরের (ডানে) ছবিটিতে দেখা যাচ্ছে, প্রথম বানরটির ডান দিকের ভ্রুর উপর একটি আঁচিল আছে। মুখের চারপাশে ধুসর ও খর্বাকৃতির লোম আছে। | Come si può notare confrontadno la prima foto con l'immagine qui sopra (a destra), la prima scimmia ha un neo sulla sopracciglia destra e ha peli più corti e grigi intorno al volto, mentre la seconda non ha nessun neo e ha invece peli di colore marrone scuro attorno al volto. |
11 | যেখানে দ্বিতীয় বানরটির মুখে কোন আঁচিল নেই এবং মুখের চারপাশে গাঢ় তামাটে বর্ণের লোম আছে। | |
12 | এই রিপোর্টে নেট নাগরিকদের প্রতিক্রিয়ার পরিসর পরিপূর্ণ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্তঃ ইরানি ব্লগার ‘হাঘ মোসালাম মা' (‘আমাদের যথার্থ অধিকার') একটি বিদ্রুপাত্মক কৌশল বেছে নিয়েছেন। | Le reazioni dei netizen variano dallo scetticismo totale alle teorie complottiste: il blogger iraniano ‘Hagh mosalam ma' (‘Il nostro diritto sicuro') assume un approccio satirico e delinea dei parallelismi tra la presunta missione spaziale con l'elezione presidenziale iraniana del 2009, che molti ritengono sia stata manipolata. |
13 | তিনি কথিত মহাশূন্য মিশনের সাথে ২০০৯ সালে ইরানের তামশাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের মাঝে সমান্তরাল রেখা এঁকেছেন যেটি অনেকেই অদ্ভুত কৌতুক মনে করছেন। | |
14 | তিনি কৌতুক করে আরো বলেছেনঃ | Scherza scrivendo: |
15 | যে বানরটিকে মহাশূন্যে পাঠানো হয়েছে সেটি হলো [ সর্বোচ্চ নেতার ] বন্ধু। যেটি ফিরে এসেছে সেটি অদ্ভূত আচরণ করছে। | La scimmia lanciata nello spazio era amica del leader supremo, mentre quella tornata indietro si comportava in modo strano. |
16 | […] ফটোশপ ব্যবহার করে আপনি মঙ্গল গ্রহেও বানর পাঠাতে পারেন। | […] Grazie a Photoshop si possono spedire scimmie su Marte, o addirittura oltre l'atmosfera. |
17 | আমির ফারশাদ তাঁর ‘হট চকোলেট' ব্লগে লিখেছেনঃ | Amir Farshad scrive nel suo blog ‘Hot Chocolate‘: |
18 | [প্রেসিডেন্ট] মাহমুদ আহমাদিনেজাদ এই সপ্তাহে ফাযর উৎসবের [ইসলামিক বিপ্লবের জয় চিহ্নিত করে বর্ষপূর্তি উদযাপন ] পূর্বে জাতিকে অনেক সুখবর দিয়েছেনঃ “আমরা একটি বানরকে মহাশূন্য যাত্রায় পাঠিয়েছি এবং সেখানে সেটির আঁচিল মুছে ফেলার জন্য একটি সৌন্দর্য্য বর্ধক অস্ত্রোপচার করতে সমর্থ হয়েছি। | Questa settimana, il [Presidente] Mahmood Ahmadinejad ha dato alla Nazione altre buone notizie sull'evento dei festeggiamenti per il festival internazionale del cinema Fajr (che commemora l'anniversario della vittoria della rivoluzione islamica): “Abbiamo lanciato una scimmia nello spazio e siamo riusciti a sottoporla a un ritocco di chirurgia estetica per rimuovere quel neo, per poi restituirla in buona salute nelle braccia del leader supremo.” |
19 | এরপর এটিকে সুস্থ অবস্থায় সর্বোচ্চ নেতার বাহুতে করে ফিরিয়ে নিয়ে এসেছি।” | |