Sentence alignment for gv-ben-20130712-37381.xml (html) - gv-ita-20130716-82275.xml (html)

#benita
1প্রথম প্রবাসী কর্মী ইউনিয়ন গঠন করল তাইওয়ানের জেলেরাTaiwan: pescatori costituiscono il primo sindacato dei lavoratori migranti
2তাইওয়ানের ইলান পল্লীগ্রামে ফিলিপাইনের উননব্বই জন জেলে দ্বীপটিতে এই প্রথম প্রবাসী কর্মী ইউনিয়ন গঠন করেছে। শ্রমিক ইউনিয়ন আইনের একটি সংশোধনী পাসের তিন বছর পর এই ইউনিয়ন গঠিত হল।Ottantanove pescatori filippini hanno costituito nella contea di Yilan, a Taiwan, il primo sindacato dei lavoratori migranti dell'isola, tre anni dopo l'approvazione dell'emendamento alla legge sui sindacati dei lavoratori [en, come gli altri link tranne ove diversamente segnalato], che concede ai lavoratori migranti il diritto di organizzarsi in sindacati.
3এই সংশোধনীতে প্রবাসী কর্মীদের তাঁদের নিজেদের শ্রমিক ইউনিয়ন গঠনের অধিকার দেওয়া হয়েছে।
4গত ২৫ মে, ২০১৩ তারিখে তাইওয়ানে জেলে ইউনিয়নটি গঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বৈধভাবে যত সংখ্যক জেলে কাজে নিয়োগ করা হয় তার খুবই সামান্য অংশ এতে যোগ দিয়েছে।Il sindacato dei pescatori è stato fondato il 25 maggio 2013, ma rappresenta soltanto una minima parte dei numerosissimi pescatori regolarmente assunti a Taiwan; attualmente sono più di 6.000 [zh].
5এখানে ৬ হাজারেরও [চাইনিজ] বেশী জেলে আছে।Tra questi la maggior parte sono indonesiani, mentre i restanti sono principalmente vietnamiti e filippini.
6এদের মধ্যে ইন্দোনেশিয়ার লোকেরা সংখ্যাগরিষ্ঠ এবং বাকিরা প্রধানত ভিয়েতনাম ও ফিলিপাইনের।Gran parte dei pescatori non sono iscritti al sindacato e vengono duramente sfruttati dai datori di lavoro.
7জেলেদের বেশিরভাগই ইউনিয়নে যোগ দিতে পারেনি এবং নিয়োগ কর্তাদের দ্বারা এরা মারাত্মকভাবে শোষিত হয়।La riunione. Foto scattata da Haochung (顥中) di coolloud.org.
8মিটিং চলছে। ছবিঃ হউচাংCC: NC.
9এসকল প্রবাসী জেলেদের কাজে নিয়োগের ক্ষেত্রে যেসব সাধারণ অসাধু চর্চা করা হয় তা সম্পর্কে তাইওয়ানের স্বাধীন প্রচার মাধ্যম পোটস ডট কম রিপোর্ট [চাইনিজ] করেছেঃ
10জোসে টোকুয়েরো বলেছেন, তাঁদের চুক্তির ভিত্তিতে কর্মঘণ্টা যদিও আট ঘন্টা হওয়া উচিৎ।Il sito di informazione indipendente taiwanese Pots.com ha segnalato [zh] le ingiuste modalità di impiego dei pescatori migranti:
11মাছ ধরার নৌকাতে যদি কোন ত্রুটি থেকে থাকে তবে তাদেরকে আরো একদিন অপেক্ষা করতে হয়, যতক্ষণ না পর্যন্ত তাঁরা নৌকাটি তীরে ভেড়ায়।Jose Toquero ha reso noto che, sebbene le ore lavorative dovrebbero essere otto secondo contratto, se la barca ha dei problemi, i pescatori sono tenuti ad aspettare per un giorno intero prima di sbarcare.
12তাদের সাধারণত রাত ১১ টা থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়।Solitamente lavorano per 14 ore, a partire dalle 23,00.
13এর সাথে সাথে তাঁরা দূর সমুদ্রে মাছ ধরতে কোন মাছ ধরার নৌকায় যদি থাকে তবে একটি যাত্রায় তিন থেকে চারদিন লেগে যায়।Inoltre, uscire in mare aperto con un peschereccio può richiedere dai tre ai quattro giorni.
14এসব ক্ষেত্রে কর্মঘণ্টা ও বিশ্রামের সময় নির্ধারণ করা খুব কঠিন।In questo modo è difficile distinguere le ore lavorative da quelle di riposo.
15জোসে বলেছেন, “আমাদের প্রকৃতপক্ষে কোন ছুটির দিন নেই।Jose ha aggiunto: “Non abbiamo vere e proprie ferie.
16আমাদের চুক্তির ভিত্তিতে পূর্ণিমার সময় আমরা মাছ ধরতে যাই না এবং মাসে আমাদের পাঁচদিন ছুটি দেওয়া উচিৎ।Secondo il nostro contratto non dovremmo andare a pesca quando c'è la luna piena, inoltre dovremmo avere cinque giorni di vacanza al mese.
17তথাপি, ঐ দিনগুলোতে যদি আমাদের জাল মেরামতের মতো কাজগুলো করতে হয় তাহলে আমাদের প্রকৃতপক্ষে কোন ছুটির দিন থাকে না।Tuttavia, è probabile che in quei giorni dobbiamo compiere altri lavori come riparare le reti.
18নিয়োগ কর্তাদের ওপর নির্ভর করে আমাদের কোন ছুটি দেওয়া হবে কিনা।Avere o no giorni di riposo dipende dai datori di lavoro.
19নিয়োগকর্তাদের কেউ কেউ আমাদের বিশ্রামও নিতে দেয় না”।Alcuni di loro non concedono ai pescatori alcun riposo”.
20রোলান্ডো (মাহিনেয়) বলেছেন যে তিনি মাসিক বেতন হিসেবে তার প্রথম ১৮ মাসের জন্য মাত্র ৮,০০০ নতুন তাইওয়ানের ডলার [২৬৬ মার্কিন ডলার] পেয়েছেন। কারন তার বেতন থেকে কমিশন ফি কেটে রাখা হয়েছে, যার পরিমান প্রতি মাসে ১০,০০০ নতুন তাইওয়ান ডলারেরও [৩৩৩ মার্কিন ডলার] বেশি।Rolando (Mahinay) ha dichiarato di aver ricevuto solamente 8.000 nuovi dollari taiwanesi (266 dollari americani) come salario mensile per i suoi primi 18 mesi lavorativi, poiché dallo stipendio sono state dedotte le commissioni che ammontano a più di 10.000 nuovi dollari taiwanesi (333 dollari americani) al mese.
21যখন আমি এ বিষয়ে তার সাথে কথা বলছিলাম তখন খেয়াল করলাম, তার চোখগুলো লাল।Quando ho parlato con lui, ho notato che aveva gli occhi rossi.
22তিনি বললেন, তার নিয়োগকর্তা তাঁকে মাছ ধরা ছাড়া আর সব ধরণের কাজ করতে দিয়েছেন।Ha affermato che il suo datore gli chiede di fare qualsiasi tipo di lavoro manuale oltre a quello di pescatore.
23যথাযথ সুরক্ষা না নিয়ে ওয়েল্ডিঙের কাজ করার সময় তিনি চোখে আঘাত পেয়েছেন।I suoi occhi, infatti, hanno subito danni a causa di un lavoro di saldatura effettuato senza le adeguate protezioni.
24ফিশিং বোট। ছবিঃ হউচংUna barca da pesca.
25তাইওয়ান স্বাধীন প্রচার মাধ্যমের নির্গম-পথ কুললাউড ডট ওর্গ, এই নতুন গঠিত প্রবাসী কর্মী ইউনিয়নের দর্শন বর্ণনা [চাইনিজ] করেছেঃFoto scattata da Haochung (顥中) di Coolloud.org CC: NC. L'organo di informazione indipendente taiwanese coolloud.org [zh] ha commentato la recente organizzazione del sindacato dei lavoratori migranti:
26পরিদর্শক বোর্ডের আহ্বায়ক জোসে টোকুয়েরো বলেছেন, প্রবাসী জেলেরা ইউনিয়নের মাধ্যমে নিয়োগকর্তাদের সাথে দীর্ঘ কর্মঘণ্টা ও বেতনবিহীন অতিরিক্ত সময় কাজ করার মতো সমস্যাগুলো সমাধান করতে আলোচনা করতে পারবে।Jose Toquero, l'uomo che ha convocato l'assemblea dei supervisori, ha affermato che i pescatori migranti vorrebbero discutere con i datori di lavoro attraverso il sindacato, in modo da risolvere il problema degli orari di lavoro troppo lunghi e degli straordinari non pagati.
27তাইওয়ানে আসার আগে, তাঁদের নিয়োগকর্তারা যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তাতে কর্মঘণ্টা আট ঘন্টা বলে উল্লেখ করা আছে।Prima che i pescatori venissero a Taiwan, sui contratti firmati dai datori era scritto che le ore lavorative sarebbero state otto.
28তথাপি মাছ ধরা নৌকায় যদি তাঁরা কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাঁদের জন্য কর্তব্য পালন করা থেকে দূরে থাকা কঠিন হয়ে যায়।Tuttavia, diventa difficile per i pescatori usufruire delle ore libere se sussistono problemi di qualsiasi tipo sulle barche da pesca.
29যেহেতু এই ইউনিয়নের সদস্যরা প্রধানত ইলোঙ্গো সিফারার্স অরগানাইজেশন থেকে এসেছে তাই এদের বেশীরভাগ সদস্যই ফিলিপাইনের।Poiché i membri del sindacato appartengono principalmente dall'Organizzazione dei Navigatori Ilonggo, la maggior parte di loro è delle Filippine.
30তথাপি, জোসে জোর দিয়ে বলেছেন যে তাঁরা ইউনিয়নের পরিধি বাড়াতে চান।Tuttavia, Jose ha spiegato che vorrebbero ampliare il sindacato.
31তাঁরা ফিলিপাইনের জেলেদের সাথে সাথে ইন্দোনেশিয়ার জেলেদেরও ভবিষ্যতে সেবা দিতে চান…কীভাবে প্রবাসী কর্মী ইউনিয়ন গঠন করতে হয় সে বিষয়ে জানতে, মাছ ধরা শিল্পের জন্য সুপরিচিত কাওক্সিয়াং এবং পিংটাং থেকেও কিছু প্রবাসী কর্মী অ্যাসোসিয়েশন তাঁদের সভায় এসেছে।In futuro vorrebbero essere d'aiuto ai pescatori indonesiani come lo sono ora a quelli filippini… Diverse associazioni di lavoratori migranti di Kaoksiung e Pingtung, famose per l'industria ittica, hanno partecipato all'incontro per imparare come costituire un sindacato per i lavoratori migranti.
32The fishermen.I pescatori.
33Photo taken by Haochung (顥中), Coolloud.org.Foto scattata da Haochung (顥中) di Coolloud.org.
34CC: NCCC: NC
35হাওরান ফাউন্ডেশনের স্টাফ সদস্য লি লি-হুয়ানের (李麗華) সাক্ষাৎকারও [চাইনিজ] নিয়েছে কুললাউড। তিনি তাইওয়ানে প্রবাসী জেলেদের সংগঠিত করা বিষয়ক সমস্যা সমাধানে, এই ইউনিয়ন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেনঃCoolloud ha anche intervistato [zh] Lee Lee-huan (李麗華), un membro dello staff della Fondazione Haoran (la quale ha contribuito alla creazione del sindacato) riguardo le difficoltà nell'organizzazione dei pescatori migranti a Taiwan:
36যেহেতু শ্রমিক ইউনিয়ন আইনের সংশোধনীটি দু'বছর আগে পাস করা হয়েছে তাই প্রবাসী কর্মীদের নিজেদের ইউনিয়ন গঠন করতে সক্ষম হওয়া উচিৎ। এখানে পর্যাপ্ত সম্পূরক একক নেই।Sebbene l'emendamento alla legge sui sindacati dei lavoratori sia passato due anni fa, in modo che i lavoratori migranti potessero riunirsi in sindacati, non ci sono abbastanza misure supplementari.
37উদাহরণস্বরূপ, ভাষা একটি বড় সমস্যা।Ad esempio, la lingua è un grande problema.
38বেশীরভাগ প্রবাসী কর্মীরাই চাইনিজ ভাষা বোঝে না, তাই এই আইনটির বিবরণ তাঁরা বুঝতে পারছে না।La maggior parte dei lavoratori migranti non comprende il cinese, quindi hanno difficoltà anche a capire i dettagli della legge.
39তার সাথে সাথে নৌকায় তাঁদের প্রাত্যহিক কর্মঘন্টা থাকে না। কারন মাছ ধরার নৌকায় অনেক কিছুই ঘটতে পারে।Inoltre, il loro lavoro non ha orari regolari poiché troppo sono le variabili sulle navi da pesca.
40বিভিন্ন নৌকায় কর্মরত জেলেদের একই সময়ে একত্রিত করে একটি সভার আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ।Organizzare incontri ai quali possano partecipare tutti i pescatori che lavorano su barche differenti può risultare molto difficile.