Sentence alignment for gv-ben-20131107-39835.xml (html) - gv-ita-20131112-87344.xml (html)

#benita
1ছবিতে ম্যানিলার শহুরে দরিদ্র্য মানুষের জীবনFOTO: la vita in una comunità urbana povera di Manila
2পরিত্যক্ত মাঠে একজন বৃদ্ধ।Un uomo in una proprietà abbandonata.
3ফিলিপিনো স্ট্রিট ফটোগ্রাফার্স-এর বেশ কিছু সদস্যকে সাথে নিয়ে ফটোওয়াকে গিয়েছিলেন মার্ক জেড স্যালুদেজ।Insieme a Filipino Street Photographers (Fotografi di Strada Filippini), Mark Z.
4ম্যানিলার পুব দিকের উপশহর মান্দালিউয়ং ঘুরে দেখেছেন শহুরে দরিদ্র্য মানুষের জীবন।Saludes ha realizzato un percorso fotografico [en] in una comunità urbana povera a Mandaluyong, un sobborgo a est di Manila.
5ম্যানিলা শহরে ‘উন্নয়ন প্রকল্প' এবং আবাসন খাতে বিনিয়োগ বাড়ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরিতলের চিত্র তুলে ধরে।Nell'area metropolitana di Manila i “progetti per lo sviluppo” e gli investimenti immobiliari sono in aumento e sono spesso indicati come prove concrete della crescita economica.
6অবশ্য ফিলিপাইনকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।Infatti, le Filippine sono state recentemente citate fra le economie in più rapida crescita della regione Asia-Pacifico.
7অন্যদিকে সরকারি কর্মকর্তারা মাঝে মধ্যেই যেসব অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরেন, সেগুলোতে দেশটির দারিদ্র্য'র বিষয়টি উঠে আসে না। এমনকি তাতে ম্যানিলার মতো শহরের দারিদ্র্যের চিত্র উঠে আসে না।Tuttavia, la maggior parte delle impressionanti statistiche, citate spesso dai funzionari del governo, non riflettono sempre la povertà che persiste nel Paese e anche in centri urbani come Manila.
8দেশটির অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও ম্যানিলা শহরে হাজার হাজার মানুষ অবৈধভাবে বস্তিতে বাস করেন।Nonostante i progressi a livello nazionale, Manila continua ad essere il luogo di residenza di centinaia di migliaia di abitanti irregolari [en].
9শহরের এই দরিদ্র মানুষেরা সবসময়ই হুমকির মুখে থাকেন, এই বুঝি তাদের বস্তিঘর ভেঙ্গে ‘উন্নয়ন প্রকল্প' হাতে নেয়া হলো।Queste comunità urbane povere sono sempre minacciate dalle demolizioni volte a dare spazio ai “progetti per lo sviluppo”.
10যদিও সরকারের তরফ থেকে পুনর্বাসনের সুযোগ দেয়া হয়ে থাকে।
11তবে বেশিরভাগ মানু্ষ শহরের ভিতরে কিংবা শহরের কাছাকাছি বাসায় থাকাটাকে অগ্রাধিকার দেন। কারণ এতে করে স্কুল, হাসপাতালসহ অন্যান্য সেবা পেতে সুবিধা হয়।Il governo offre un programma di trasferimento verso nuove abitazioni, ma molte famiglie preferiscono [en] rimanere nelle proprie case, chiedendo un programma abitativo all'interno della città o vicino ad essa, per poter avere accesso a scuole, ospedali e altri servizi.
12স্যালুদেজের ছবিতে মান্দালিউয়ং-এর শহুরে দরিদ্র্য মানুষের এক টুকরো জীবনচিত্র উঠে এসেছে।Le foto di Saludes offrono uno sguardo sulla vita in una comunità povera a Mandaluyong [ph].
13অচিরেই এই দরিদ্র্য মানুষগুলো উত্খাত হয়ে যাবে।Una comunità che presto potrebbe venire distrutta.
14স্যালুদেজের অনুমতি নিয়ে গ্লোবাল ভয়েসেস তার কিছু ছবি প্রকাশ করছে।Global Voices ripubblica alcune di queste foto con il permesso del fotografo, Mark Z. Saludes.
15নিজের ঝুপড়িতে এক বৃদ্ধ।Un anziano nella sua baracca
16ঘরের চাল যেন ধ্বসে না যায়, সেজন্য কাঠের টুকরো এবং পুরোনো টায়ার দিয়ে ঠেক দেয়া হয়েছে।Pezzi di legno e vecchi pneumatici sono spesso usati per evitare la caduta del tetto.
17চকলেট-সিগারেটের দোকানের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এক শিশু।Un bambino osserva attraverso una piccola finestra di una bottega che vende dolciumi e sigarette
18নাপিতের দোকানে সামনে লেখা: হ্যান্ডসাম হওয়ার রহস্য!L'insegna del barbiere dice: Segreto del Bello
19এসএম টুপি পরে আছেন এক দরিদ্র মানুষ।Un uomo veste un berretto della SM.
20ফিলিপাইনের সবচে' ধনী ব্যবসায়ী এসএম-এর মালিক।SM è di proprietà del più ricco uomo d'affari delle Filippine.
21লোকটির পেছনে ক্যাম্বিজ কাপড়ে কিছু নির্মাণ কাজের ছবি দেখা যাচ্ছে।Dietro all'uomo, una tela con alcuni progetti di costruzione
22*সবগুলো ছবিই মার্ক জেড স্যালুদেজের সৌজন্যে প্রাপ্ত।*Tutte le foto sono pubblicate con l'autorizzazione di Mark Z. Saludes