# | ben | ita |
---|
1 | মদ আর মাদকের মতো অনলাইন গেইমকেও নিয়ন্ত্রণ করতে চায় দক্ষিণ কোরিয়া | |
2 | মদ, মাদক আর জুয়াখেলা। সবই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আছে। | Corea del sud: proposta di legge per regolare i videogiochi considerati come alcol e droghe |
3 | দক্ষিণ কোরিয়া সরকার এই নিয়ন্ত্রণের তালিকায় আরো একটি বিষয় যোগ করতে চায়। | |
4 | সেটা হলো অনলাইন গেমিং। | Droghe, alcol e gioco d'azzardo. |
5 | এক মাস আগে দক্ষিণ কোরিয়ার সাংসদরা সংসদে একটি বিলের প্রস্তাব করেছেন, যার মাধ্যমে মদ আর মাদকের মতো অনলাইন গেইমও নিয়ন্ত্রণ করা যাবে। | |
6 | স্থানীয় একটি সংবাদপত্রে প্রতিবেদন বেরিয়েছে, গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় আসক্তির চারটি উপাদানের একটি হিসেবে অনলাইন গেইমের ওপর বিধিনিষেধ আরোপে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। | |
7 | এ ধরনের নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাবকে নেট ব্যবহারকারীরা সমালোচনা করেছেন। | |
8 | অন্য দিকে গেইম শিল্পের সাথে জড়িতরা মাদক এবং জুয়া খেলার সাথে গেইমকে তুলনা করায় হতবাক হয়ে গেছেন। | |
9 | কোরিয়ার ইন্টারনেট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের মূল পাতার ছবি এটা। | |
10 | এখানে লেখা আছে “কোরিয়ার গেইম শিল্পের প্রতি সমবেদনা”। | Con quelli già sotto stretto controllo, il governo sudcoreano vuole aggiungere un quarto vizio alla lista: i videogiochi online. |
11 | সরকারের এই সিদ্ধান্ত কোরিয়ান গেইম শিল্প ধ্বংস হবে। | All'inizio di ottobre, i legislatori della Corea del Sud hanno proposto un disegno di legge [en] molto simile a quelli elaborati per droghe e alcol. |
12 | ছবি ফেয়ার ইউজের আওতায় ব্যবহার করা হয়েছে। কোরিয়ার ইন্টারনেট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে একটি অনলাইন পিটিশন দাখিল করেছে। | Come riportato dai giornali locali, il Ministero della Salute e del Welfare ha fatto un ulteriore passo [ko, come tutti il link seguenti salvo diversa indicazione] verso tale misura, definendo il gioco online come uno dei quattro principali elementi che creano dipendenza e necessita di controllo a livello statale. |
13 | সেখানে তারা যুক্তি দিয়েছে, সরকারের এই সিদ্ধান্ত কোরিয়ার গেইম শিল্পের মৃত্যু ডেকে আনবে। | |
14 | এই শিল্প দেশের কনটেন্ট মার্কেটের ৬০% যোগান দিয়ে থাকে। পিটিশন পোস্ট করার কয়েকদিনের মধ্যে ৫৫,০০০ মানুষ এতে অংশ নেন। | I netizen sono esplosi in aperte derisioni e critiche, e la legge proposta, com'era prevedibile, ha scatenato una dura reazione negativa da parte dei membri dell'industria videoludica, furiosi di essere considerati alla stregua degli ambienti relativi agli stupefacenti e al gioco d'azzardo. |
15 | কোরিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিলটির সমালোচনা করে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন। | Nuova pagina principale dell'Associazione coreana per internet e l'intrattenimento digitale, in cui leggiamo: “Condoglianze all'industria videoludica della Repubblica di Corea”, intendendo che la decisione del governo poterà alla morte l'industria videoludica coreana. Immagine fair use. |
16 | কিছু ব্যবহারকারী বলেন, তারা অসুস্থতার দোহাই দিয়ে এটার অপব্যবহার করবেন। গেইম আসক্তিকে অসুখ হিসেবে বিবেচনা করার খবরকে স্বাগত জানাই! | L'Associazione coreana per l'Intrattenimento Digitale via Internet [en] ha postato una petizione online sul proprio sito, sostenendo che la proposta governativa segnerà la fine dell'industria videoludica coreana, che costituisce il 60% di tutto il mercato dei contenuti multimediali della nazione. |
17 | আমি অবশ্যই গেইম আসক্তিতে ভোগার বিষয়ে কোম্পানির হাসপাতালে পরীক্ষা করে দেখবো। | |
18 | গেইম আসক্তি একবার অসুখ হিসেবে স্বীকৃতি পেলে এটার জন্য আমি অসুস্থতার ছুটি পাবো। | |
19 | এমনকি পঙ্গুত্ব হিসেবে বিবেচনা করলেও! | In pochi giorni, ha raccolto più di 55.000 firme. |
20 | এমনকি ডিসকাউন্ট পাবার জন্য প্রথম শ্রেণির পঙ্গু ব্যক্তি হিসেবে আমি আমার গাড়িতে স্টিকারও লাগাতে পারি। | I social media coreani sono stati inondati da commenti sarcastici e beffardi nei confronti del progetto di legge, e alcuni utenti hanno detto che approfitterebbero volentieri di questo provvedimento, prendendo dei congedi per malattia: |
21 | গেইমের জন্য আমি সবই করতে পারি! | Approvo questa novità di annoverare il gioco tra le malattie. |
22 | সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের গেইম শিল্প এবং ব্যবহারকারীদের আচার-আচরণ বুঝতে না পারার বিষয় উঠে এসেছে কারো কারো মন্তব্যে: | |
23 | “ভার্চুয়াল বাস্তবতা” বুঝতে কষ্ট করতে হয় বলে কি তারা অনলাইন গেইম ইস্যুটাকে অনেক বড়ো করে দেখছেন! | |
24 | মানুষজন কোনো কিছু বুঝতে না পারলে তা নিয়ে অহেতুক ভয় পায়। | All'ospedale della mia azienda mi verrà diagnosticata di sicuro una dipendenza dai giochi. |
25 | আমি মনে করি, গেইম শিল্প কীভাবে উন্নয়ন করবে, তা নিয়ে কারোই কোনো ধারণা নেই। | Una volta che l'assuefazione al gioco verrà riconosciuta come malattia, allora avrei diritto al congedo, e verrei addirittura considerato disabile! |
26 | কয়েকবছর আগে কর্তৃপক্ষ গেইম আসক্তি নিয়ে কিছু তথ্য পরিবেশন করেছিল। | Potrei persino mettere il contrassegno per portatori di handicap nella mia macchina e usufruire degli sconti. Per il gioco varrebbe la pena! |
27 | কিন্তু পরে দেখা গেছে, তারা যাকে গেইম আসক্তি মনে করছেন, তা আসলে অনলাইন আসক্তি'র তথ্য। | Alcune reazioni hanno espresso forti preoccupazioni riguardo la mancanza di comprensione, da parte del governo e dei legislatori, in materia di gioco e di comportamento degli utenti: |
28 | অনলাইন গেইম আসক্তি'র নিয়ে এই তথ্যগুলোর ব্যবহার মোটেও ঠিক হচ্ছে না। | |
29 | তাছাড়া এই গবেষণাটাও ছিল ভিত্তিহীন। বর্তমানে তারা কোনো তথ্যই দিচ্ছে না। | Il motivo per cui il problema dell'assuefazione ai giochi viene ingigantito, è che molti hanno difficoltà a comprendere il concetto di “realtà virtuale”. |
30 | অন্ধভাবে দাবি করছে, অনলাইন গেইম আসক্তি ছড়াচ্ছে। | Le persone tendono a sviluppare un timore irrazionale verso ciò che non capiscono. |
31 | এভাবে গেইম আসক্তি নিয়ে যৌক্তিক বিতর্ক বেশি দিন চলতে পারে না। | In realtà, penso che nessuno abbia le idee chiare su come si svilupperà l'industria del videogioco. |
32 | এর আগে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া এবং পর্যটন মন্ত্রণালয় বন্ধ কর্মসূচী হাতে নেয়, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। | |
33 | ওই কর্মসূচীতে বলা হয়েছিল, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হবে যখন ১৬ এবং এর কম বয়সী তরুণরা অনলাইনে গেইম খেলার অনুমতি পাবে। | |
34 | এটা ছিল একটি অজনপ্রিয় আমলাতান্ত্রিক সিদ্ধান্ত। তবে নেট ব্যবহারকারীরা এটি না জানালে কার্যকর হতো না: | Diversi anni fa, le autorità hanno presentato alcune statistiche relative alla dipendenza dal gioco che, successivamente, si sono rivelate informazioni sulla dipendenza da internet. |
35 | বন্ধ কর্মসূচী সমর্থনকারীদের পক্ষে এই সাধারণ বিষয়গুলো ছিল: ১. | L'insieme dei dati raccolti non era valido come prova della dipendenza dai giochi online. |
36 | বন্ধ আইন নিয়ে তাদের বিস্তারিত বোঝাপড়া নেই। | Quello studio, inoltre, si ritiene privo di fondamento. |
37 | ২. শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে তাদের ধারণা নেই। | Adesso, non provano neanche a fornire dei dati e sostengono ingiustificatamente che giocare dà dipendenza. |
38 | ৩. গেইম আসক্তি'র প্রকৃত কারণ তা বুঝতে পারেন না। | I problemi relativi all'assuefazione al gioco non sono più un argomento per un dibattito razionale. |
39 | ৪. গেইম শিল্পের কাঠামো সম্পর্কে তারা কিছই জানেন না। (যদিও তারা শুনেছেন, গেইম কোম্পানিগুলো বিপুল টাকা কামায়। | Gli ultimi sviluppi sono in linea con la polemica precedente sul sistema di spegnimento forzato [en, come tutti i link seguenti salvo diversa indicazione] applicato dal Ministero coreano della Cultura, Sport e Turismo, che stabilisce un lasso di tempo determinato durante il quale i minori di 16 anni possono giocare online: un altro caso di una decisione burocratica vergognosa, criticata dagli utenti della rete in quanto immotivata e inefficace: |
40 | এজন্য তারা এটাকে অনেক বড় কর্পোরেশনের মতো মনে করেন।) সচেতন বা অসচেতনভাবে কর্তৃপক্ষ আসল চিত্র বুঝতে অক্ষম বলে অনেক নেট ব্যবহারকারী মনে করেন: | Coloro che sono favorevoli all'arresto dei server hanno 4 cose in comune: 1) Non conoscono davvero i dettagli del provvedimento; 2) Non conoscono i diritti degli studenti; 3) Non comprendono le cause reali della dipendenza dal gioco; 4) Non sanno com'è strutturata l'industria dei videogiochi. |
41 | @idgmatrix: গেইমকে আসক্তি ভাববার কারণ নেই। | (Dal momento che hanno sentito dire che le società videoludiche fanno parecchi soldi, suppongono che siano simili a delle multinazionali). |
42 | আমরা তো দেখতেই পাচ্ছি অবসর আর বিনোদনের সময় আমাদের খুব কম। | Molti netizen hanno sottolineato che le autorità non sono state in grado di vedere il quadro generale della situazione, intenzionalmente o meno: |
43 | লক্ষণকে সমস্যা ভেবে দ্বিধা করা ঠিক নয়। | @idgmatrix: La dipendenza dal gioco non esiste. |
44 | জাতি হিসেবে আমাদের বার্ষিক কর্ম ঘণ্টা বিশ্বের মধ্যে সবচে' উপরে […] | Quello a cui stiamo assistendo è una grave mancanza di tempo libero e di ore di svago. |
45 | আমাদের তরুণ প্রজন্মের অনলাইন গেইম আসক্তি নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই। | |
46 | তাদের অনেক আবেগী ইস্যু রয়েছে। | Non confondiamo le cause con i sintomi. |
47 | তারা ১২ বছর ধরে বাজে শিক্ষা কাঠামোর ভিতরে থাকে। এটা তাদের বোঝা উচিত। | Le giornate lavorative annuali della nostra nazione si classificano tra le più lunghe al mondo […] |
48 | এজন্যই তারা গেইমের মাধ্যমে বাস্তবতা থেকে মুক্তি খোঁজে। @kinophio: গেইম আসক্তির বিতর্কে তিনটি স্তর রয়েছে: রাজনৈতিক দলগুলো বাবা-মা'র কাছ থেকে সমর্থন পেতে চাইছেন। | A dire il vero, il fatto che i nostri giovani siano dipendenti dai giochi online non è una sorpresa, dati i tanti problemi emotivi che hanno; è comprensibile che, dopo aver sofferto per 12 anni a causa di un sistema educativo del ca**o, vogliano fuggire dalla realtà (attraverso il gioco) |
49 | বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের স্ট্যাটাস এবং অর্থের উত্স নিরাপদ রাখতে চাইছেন। এবং বাবা-মা যারা সত্যি সত্যি গেইমকে ঘৃণা করেন। | @kinophio: Esistono almeno tre categorie (tra i gruppi d'interesse) coinvolte nel dibattito relativo alla dipendenza dal gioco: gruppi politici alla disperata ricerca dell'appoggio dei genitori, dipartimenti statali e organizzazioni private, che vogliono difendere il proprio status e la fonte dei loro guadagni e, infine, genitori che odiano davvero il gioco. |