Sentence alignment for gv-ben-20110728-18987.xml (html) - gv-ita-20110816-43723.xml (html)

#benita
1সৌদি আরবঃ নতুন সন্ত্রাস বিরোধী আইন প্রতিবাদের জন্ম দিচ্ছেSaudi Arabia: proteste online per la proposta di nuove norme anti-terrorismo
2কয়েকদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাঁস হয়ে যাওয়া সৌদি আরবের এক নতুন সন্ত্রাস বিরোধী খসড়া আইন প্রকাশ করেছে ।Nel mese di luglio Amnesty International ha pubblicato una copia riservata della bozza della nuova normativa anti-terrorismo saudita.
3সংগঠনটি এক বিবৃতিতে , এই আইনকে বর্ণনা করছে এমন এক আইন হিসেবে, যার মধ্যে দিয়ে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদের কঠোর শাস্তি প্রদান করতে পারবে। এর সাথে তারা আরো যোগ করেছে এই আইনের ক্ষমতাবলে, যে বাদশাহ বা যুবরাজের সততার বিষয়ে প্রশ্ন তুলবে তাকে শাস্তি কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হবে।L'organizzazione britannica la definisce [en, come tutti gli altri link eccetto ove diversamenrte indicato] “una legge che potrebbe permettere alle autorità governative di incriminare per terrorismo i dissidenti pacifici, infliggendo loro durissime pene”, senza contare che consentirebbe di infliggere un minimo di dieci anni di prigione a chiunque metta in dubbio l'integrità morale del re saudita o del principe ereditario.
4তাজা সংবাদ : সৌদি আরব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে টুইটারের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (@অ্যামনেস্টি ) এই সংবাদ সব জায়গায় ছড়িয়ে দেয়।Aggiornamenti: il 25 luglio il sito di Amnesty International risultava inaccessibile in Arabia Saudita. Amnesty (@amnesty) ha così diffuso la notizia servendosi di Twitter.
5যেখানে # সৌদিটেররল হ্যাশট্যাগের মাধ্যমে অনেকে এই আইনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে:Molti utenti hanno commentato utilizzando l'hashtag #SaudiTerrorLaw: @amnesty: documenti segreti [ar] rivelano l'esistenza di una proposta di legge anti-terrorismo in #Arabia Saudita, che potrebbe soffocare la voce dei dissidenti pacifici.
6@এ্যামনেস্টি : গোপন নথি উন্মোচন করছে যে # সৌদি আরবের “সন্ত্রাস বিরোধী ” আইন শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদের দমন করার এক আইন http://owl.li/5KS9Y"Sono un patriota, quindi sono un terrorista" (avatar su Twitter), dal post di Lujayn Alyamani
7সৌদি ব্লগার আহমেদ আল ওমরান (@ আহমেদ) এই নতুন খসড়া আইন সম্বন্ধে বেশ কিছু টুইট করেছে এবং লিখেছে :Il blogger Ahmed Al-Omran (@ahmed), autore di numerosi tweet sulla nuova proposta di legge, nota:
8@আহমেদ: আমি দেখতে পাচ্ছি অনেক সৌদি টুইটারকারী প্রস্তাবিত এই সন্ত্রাস বিরোধী আইনকে জরুরী আইন হিসেবে অভিহিত করছে ।”@ahmed: vedo che molti utenti Twitter definiscono la proposta di legge anti-terrorismo una “legge di emergenza”.
9@আল ফারহান বলছে, তারা উত্তর কোরিয়াকে নকল করার চেষ্টা করছে। ।Secondo @alfarhan stanno cercando di imitare la Corea del Nord.
10সৌদি ব্লগার ফুয়াদ আল ফারহান (@ আলফারহান )উল্লেখ করেছে যে সে নিজেও টুইটারের মাধ্যমে প্রস্তাবিত সন্ত্রাস বিরোধী আইনের বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এর পরবর্তী টুইটে সে লেখক জর্জ অরওয়েল-এর বিখ্যাত উপন্যাস ১৯৮৪-এর কথা উল্লেখ করেছে:Anche il blogger al-Farhan (@alfarhan), appena menzionato, ha espresso la propria opinione in merito alla proposta di legge anti-terrorismo servendosi di Twitter. In un suo tweet al-Fahran fa riferimento al celebre romanzo di George Orwell, “1984”, affermando:
11@আলফারহান: ২০১১ হচ্ছে, আসলে আমাদের জন্য ১৯৮৪-এর বাস্তবতা #Saudi #সৌদি সন্ত্রাসআইন@alfarhan: il 2011 è il nostro 1984 #Saudi #SaudiTerrorLaw
12সৌদি আইনজীবী ফাহাদ আলমালিকি (@এফআলমালিকি) নতুন আইনের মূল বিষয়টি তিক্ত এবং ব্যাঙ্গাত্মক স্বরে ব্যাখ্যা করেছে:L'avvocato Fahad AlMalki (@falmalki) chiarisce il nocciolo della questione con un tono amaramente sarcastico:
13@এফআলমালিকি: প্রশ্ন : সংজ্ঞা প্রদান করুন: আমি বিরক্ত ।@falmalki: domanda: dai una definizione di: sono stufo marcio.
14উত্তর: আমি তা করতে পারি না ।Risposta: non posso.
15এর ফলে হয়ত আমাকে জেলে যেতে হতে পারে।Potrei finire in galera.
16আমি যা বলতে পারি তা হচ্ছে; আমি আসলে প্রায় সুখী এক ব্যক্তি।L'unica cosa che mi è permesso dire è che il significato di questa frase è: sono immensamente felice!
17সৌদি সাংবাদিক ইমাম আল-কাহতানি (@ইমাকিউএইচ) [আরবী ভাষায়] সৌদি অভিজাত সম্প্রদায়ের কাছে দাবী করেছেন যে তারা প্রস্তাবিত এই আইন যাতে পাস না হয়, তার উদ্যোগ নেয়:Il giornalistaIman Al-Qahtani (@ImaQh) [ar] ha chiesto che le élite intellettuale e religiosa saudita si oppongano all'approvazione della norma:
18@ইমাকিউএইচ: যে সমস্ত বুদ্ধিজীবী এবং ধর্মীয় নেতারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ, তাদের নৈতিক দায়িত্ব কর্তৃপক্ষকে বোঝানো যে এই আইন স্বাধীনতার জন্য কতটা বিপজ্জনক@ImaQh: le élite intellettuale e religiosa, vicine alle autorità, hanno l'obbligo morale di far capire al governo che legge metterebbe a rischio la libertà di espressione.
19সৌদি একটিভিস্ট ওয়ালেদ আবু আলখায়ের (@আবুআলখায়ের) [আরবী ভাষায়] এই ধরনের আইন অনুমোদন করার ক্ষেত্রে শুরা কাউন্সিলকে (ধর্মীয় আইন প্রয়োগকারী সংস্থা) সতর্ক করে দিচ্ছে:L'attivista Waleed Abu Alkhair (@abualkhair) [ar] mette in guardia il consiglio della Shura dall'approvare la legge:
20@আবুআলখায়ের : সৌদি আরবের এক নাগরিক হিসেবে আমি শুরার সকল সদস্যদের উপর এক ঐতিহাসিক দায়িত্ব প্রদান করছি, যেন তারা নতুন সন্ত্রাস বিরোধী আইন পাশ না করে।@abualkhair: come cittadino saudita ritengo che tutte le responsabilità storiche relative alla decisione di approvare questa legge ricadano sul consiglio della Shura.
21সৌদি আরবের মহিলা টুইটারকারী লুজাইয়ানা আলইয়ামানি (@লুজাইয়ানা আলইয়ামানি ) [আরবী ভাষায়] এই আইন যে কতটা অগণতান্ত্রিক সে বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন :Lujayn Alyamani (@LujaynAlyamani) [ar] esprime su Twitter il senso di devastazione provato davanti a una normativa tanto anti-democratica:
22@লুজাইয়ানআলইয়ামানি: সকলে শুনুন, এটা এমন এক প্রকল্প যা বৈধ ভাবে আমাদের স্বপ্নকে ধর্ষণ করতে যাচ্ছে!@LujaynAlyamani: sentite gente, questo è un progetto per violentare i nostri sogni!
23এই দেশে আমাদের স্বপ্নকে নগ্ন করে বাস করা এক লজ্জার বিষয়।È una vergogna essere spogliati dai sogni e vivere così in questo Paese.
24সৌদি আরবের আরেকজন টুইটারকারী মউজ ধাহধাহ (@মউজএমবি) [আরবী ভাষায়] এই আইনের বিষয়ে এই সাধারণ চিত্র এঁকেছে:Un altro utente Twitter, Mouaz Dahdah (@mouazmb) [ar], afferma perentorio:
25@মউজএমবি : সংক্ষেপে বলা যায়, এক নতুন জরুরী আইন!@mouazmb: per farla breve, è una nuova legge di emergenza!
26মাহা আলাসমারি (@মাহা_আলাসমারি ) [আরবী ভাষায়] ব্যাখ্যা করেছে কি ভাবে এই আইন দেশটির বাক স্বাধীনতাকে ধবংস করে ফেলবে:Maha AlAsmari (@maha_alasmri) [ar] ci spiega in che modo questa legge affosserà la libertà di espressione nel suo Paese:
27@maha_alasmri: যদি এই আইন প্রয়োগ করা শুরু হয়, তাহলে এমন একদিন আসবে যেদিন নিজস্ব মতামত প্রদান করার জন্য সৌদি আরবের সকল পরিবারের মধ্যে থেকে অনন্ত একজনকে জেলে যেতে হবে!@maha_alasmri: se questa legge venisse applicata, verrà un giorno in cui ogni famiglia saudita avrà un [familiare] detenuto per aver espresso la propria opinione!
28মোহাম্মাদ খেলাওইয়া (@খেলাওইয়া ) [আরবী ভাষায়] এই আইনকে এমন এক প্রতীক হিসেবে দেখছে, যা দেখে মনে হচ্ছে যে সৌদি শাসকরা আরব বিপ্লবের এই সময়ে তা থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি:Secondo Mohammed Khelaiwy (@khelaiwy) [ar] ciò dimostra chiaramente come il governo non abbia saputo capire la Primavera araba e trarne la dovuta lezione:
29@খেলাওইয়া: যিনি এই আইনটি লিখেছেন তিনি আরব বিপ্লব এবং দমন, অন্যায়, অপমান এবং সত্যিকারের বিরোধী দলের উপস্থিতি সম্বন্ধে উপলব্ধি করতে পারেনি।@khelaiwy: chi ha stilato questa legge non ha tratto nessun insegnamento dalla Rivoluzione araba, non ha capito a cosa conducono oppressione, ingiustizia, umiliazione e l'assenza di un'opposizione concreta e dignitosa.
30খেলাওয়াই এর সাথে আরো যোগ করেছেনঃKhelaiwy aggiunge:
31@খেলাওয়াই : আমরা সকলেই সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের বিপক্ষে, কিন্তু অন্যায় আইন নাগরিকদের বৈধ অধিকার কেড়ে নিতে যাচ্ছে।@Khelaiwy: tutti noi ci opponiamo al terrorismo e ai terroristi, ma anche applicare leggi ingiuste, togliendo ai cittadini i propri diritti legittimi in nome della lotta al terrorismo, è terrorismo!
32আর এই কাজটি করা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে।Un altro utente di Twitter, Majed Alnemer, rincara la dose:
33আর কাজটি নিজেই একটা সন্ত্রাসমূলক কাজ। আরেকজন টুইটারকারী মাজেদ আলনিমার (@মাজেদআলনিমার ), এর সাথে বলছে :@majedalnemer: la legge anti-terrorismo saudita finirà con l'uccidere i cittadini onesti invece che i terroristi!
34@মাজেদআলনিমার : সৌদি সন্ত্রাস বিরোধ আইন সন্ত্রাসীদের বদলে সৌদি নাগরিকদের হত্যা করবে!Mohammad Al Rasheed (@Onlinemars) [ar] mostra quanto sia sconvolgente questa proposta di legge, lasciando trapelare forti dubbi sulle reali intenzioni del governo nella lotta al terrorismo:
35এই আইন যে কতটা ভয়ঙ্কর এবং সন্ত্রাসবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ যে কতটা ভুল করেছে সে কথা জানিয়ে মোহাম্মাদ আল রাশেদ (@অনলাইনমারস ) [আরবী ভাষায়] টুইট করেছে :@Onlinemars: quando Stati Uniti ed Europa hanno combattuto il terrorismo, lo hanno fatto “fuori” [dai propri confini] per proteggere chi stava “dentro”, mentre noi stiamo combattendo il terrorismo “dentro”, per proteggere chi?
36@অনলাইনমারস : যখন আমেরিকা এবং ইউরোপ সন্ত্রাসবাদের সাথে লড়াই করে, তখন তারা বাইরের সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করার জন্য তা করে, আর যখন আমরা অভ্যন্তরীণভাবে সন্ত্রাসবাদের মোকাবেলা করছি, তখন তা করছি কাকে রক্ষার জন্য?Nel frattempo, le aspre critiche suscitate dalla proposta di legge sembrano aver intimorito il consiglio della Shura, dichiarando che la bozza sarà soggetta a delle modifiche prima dell'approvazione definitiva.