Sentence alignment for gv-ben-20100601-11050.xml (html) - gv-ita-20100709-21204.xml (html)

#benita
1মিশর: ৩০ দিন ব্লগ করাEgitto: 30 giorni di blogging
2মিশরীয় ব্লগার সাইয়ুন বিকালবি- যার নামের অর্থ আমার হৃদয়ে কিছু একটা- একটি প্রচারণার কথা লিখেছেন যার নাম “৩০ দিন ব্লগ করা”।Il blogger egiziano Shayun Biqalbi [ar] (Qualcosa nel mio cuore) ha diffuso la campagna chiamata “30 Days of Blogging” scrivendone sul suo blog.
3মূলত এটা ছিল ডালিয়া ইউনিসের একটি চিন্তা এবং এই বিষয়ে সে এখানে লিখেছে [আরবী ভাষায়]।L'idea è di Dalia Younis[ar] che ne parla qui [ar].
4যে সমস্ত লোকজন এই প্রচারণা অংশ নেবে তাদের মাসের প্রতিটি দিন অবশ্যই একটি করে নতুন ব্লগ পোস্ট লিখতে হবে।Chiunque decida di partecipare alla campagna dovrebbe scrivere un nuovo post al giorno per un mese intero.
5“৩৬৫ দিনের প্রকল্পের” (৩৬৫ প্রজেক্ট) -এর সাথে এর বেশ মিল রয়েছে। তবে এক্ষেত্রে ছবির বদলে ব্লগে লেখা পোস্ট করতে হবে।L'iniziativa assomiglia in qualche modo al “365 Project” [in], ma questa volta si riferisce a post e non a fotografie.
6এই ধরনের প্রচারণা বা উদ্যোগের পেছনের কারণ কি সে সম্বন্ধে সাইয়ুন বিকালবি তা এখানে বলছে:Shayun Biqalbi racconta nel suo blog [ar] le ragioni che hanno portato a questa iniziativa: .
7৩০ দিন ব্লগ করা নামক প্রচারণার অর্থ হচ্ছে -পাঠকদের কাছে ব্লগারের দায়িত্ববোধকে আরো সমৃদ্ধশালী করা, যে সমস্ত পাঠক মাসের পর মাস নতুন লেখার জন্য অপেক্ষা করে থাকে এবং অনেক সময় হয়ত হাল ছেড়ে দেয় এবং ব্লগে প্রবেশ করা বা সেটিকে অনুসরণ করা বন্ধ করে দেয়। - লোকজনকে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য জোর করা এবং নতুন চিন্তা নিয়ে লিখতে বাধ্য করা। -পাঠকদের প্রতিদিন একটি করে ব্লগ পোস্ট পড়তে উৎসাহিত করা, এমনকি যদিও তাদের একটি সংক্ষিপ্ত পোস্ট পড়তে হয় সেক্ষেত্রেও। -ব্লগের পাঠক এবং অনুসরণকারীর সংখ্যা বাড়ানো, যারা প্রতিবারই নতুন করে এসব ব্লগ পোস্টে প্রবেশ করার সময় আত্মবিশ্বাস খুঁজে পাবে।La campagna che promuove “30 Giorni di Blogging” ha lo scopo di: - Accrescere la responsabilità dei blogger nei confronti dei propri lettori che aspettano anche mesi l'uscita di nuovi post e talvolta decidono, a causa della mancata puntualità di nuovi post in uscita, di non seguire più il blog. - Forzare i blogger ad affinare il proprio talento e a trovare nuove idee su qui scrivere, anziché aspettare che stimoli e idee cadano dal cielo.
8এই উদ্যোগের নিয়মগুলো হচ্ছে এ রকম: . অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি নতুন পোস্ট লিখবে।- Incoraggiare i lettori a leggere un post al giorno, anche se breve.
9এটি যে কোন বিষয়ের উপর হতে পারে, এমনকি এই মাসে প্রতিদিন তারা যে সমস্ত ঘটনার মুখোমখি হচ্ছে, সেই অভিজ্ঞতার কথাও তারা লিখতে পারে।- Aumentare il numero dei visitatori e lettori dei blog, che si sentiranno rassicurati nel trovare post nuovi ad ogni visita alle proprie pagine preferite.
10এটা মে মাসের ১ তারিখে শুরু হয়েছে- যা এই প্রচারণার শুরুর দিন।Le regole dell'iniziativa sono le seguenti:
11যদি কোন কারণে একজন ব্লগার একদিন একটি পোস্ট লিখতে না পারে তাহলে তারা তার ক্ষতিপূরণ হিসেবে পরের দিন একটি বাড়তি পোস্ট লিখে জমা দেবে।I blogger dovrebbero scrivere un post nuovo ogni giorno. Può trattare di qualsiasi argomento, anche di esperienze quotidiane accadute nel corso del mese.
12La campagna è iniziata il 1° di maggio - e nel caso alcuni dei partecipanti non fossero riusciti a scrivere un post nuovo ogni giorno, possono compensare scrivendo un post extra il giorno successivo.
13আমি ধারণা করছে, আমাদের অপেক্ষা করা উচিত এই প্রচারণায় কতজন লোক যোগ দেয় তার জন্য। এছাড়াও কয়েকজন বিস্মিত, যদি তারা তাদের নিজস্ব “৩০ দিন ব্লগিং” শুরু করে, যে কোন সময় এবং তা কেবল, মে মাসের এক তারিখে শুরু করার প্রতিশ্রুতি দিয়ে নয়।Immagino che a questo punto dovremmo verificare il numero dei blogger che ha aderito a tale campagna, mentre alcuni si sono chiesti se possono iniziare i propri “30 Giorni di Blogging” in qualsiasi momento senza l'obbligo del 1° maggio come data iniziale.
14সবশেষে বলা যায়, আমরা জানি না এই ৩০ দিন ব্লগ করার মত চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতার চিন্তা সত্যিকারের মিশরীয় কোন চিন্তা কি না, কারণ এটা নতুন কোন কিছু নয়।Per concludere, non sappiamo se la sfida dei “30 Giorni di Blogging” sia per davvero un'idea egiziana, ma sappiamo per certo che non è una novità.
15ডালিয়া ইউনিসের আগে মেরি বেথ মিলস ও ফ্লাইট অফ হুইমজির মত ব্যক্তিরা একই ধরনের চ্যালেঞ্জের কথা বলেছিল।Blogger quali Mary Beth Mills [in] e Flights of Whimsy [in] hanno fatto appello ad una simile campagna molto prima di Dalia Younis [ar].