Sentence alignment for gv-ben-20110128-15140.xml (html) - gv-ita-20110202-31167.xml (html)

#benita
1মিশর: বিক্ষোভ চলতে থাকার প্রেক্ষাপটে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছেEgitto: cellulari e Twitter bloccati, ma le proteste proseguono
2এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ।
3যখন মিশরীয় নাগরিকরা টুইটারে প্রবেশ করার চেষ্টা করছে, তখনই তারা এই পাতাটি দেখতে পাচ্ছেLa pagina censurata che gli utenti di internet egiziani visualizzano cercando di accedere a Twitter
4মিশর ইন্টারনেটের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু করেছে, এবং আজ বিপ্লব দিবস উপলক্ষ্যে হাজার হাজার বিক্ষোভকারী যে এলাকায় জড়ো হয়েছে, সরকার সেখানকার মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দিয়েছে।L'Egitto ha compiuto un nuovo passo nella guerra contro internet bloccando il collegamento dei telefoni cellulari nelle zone in cui migliaia di manifestanti si sono riuniti oggi durante la giornata descritta come il giorno della rivolta.
5এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদকারীদের স্রোতকে নিয়ন্ত্রণ এবং আন্দোলনকে গলা টিপে হত্যা করার চেষ্টা।L'obiettivo sembra essere quello di tenere sotto controllo la folla dei manifestanti e di soffocare il movimento di rivolta.
6আজ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভের মাধ্যমে দেশটিতে রাষ্ট্রপতি হুসনি মুবারকের ৩০ বছরের শাসনের অবসানের আহ্বান জানানো হয়।Oggi le manifestazioni nel paese si sono moltiplicate, con slogan contro il regno trentennale del presidente Hosni Moubarak, la corruzione, i fallimenti economici e tante altre rivendicazioni.
7যে শাসন ব্যবস্থার মাধ্যমে দূর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয়েছে।Le informazioni relative agli eventi e ai luoghi di riunione sono state diffuse sui social network, tra cui la piattaforma Twitter, che è stata censurata dalle autorità.
8প্রতিবাদের ভাষা এবং স্থান কোথায় নির্ধারিত হবে তার ঘোষণা সামাজিক প্রচারণা মাধ্যমে প্রকাশ করা হয়, যার মধ্যে অর্ন্তভুক্ত ছিল মাইক্রোব্লগিং সাইট সমূহ, টুইটার, ইত্যাদি। সরকার পরে টুইটার বন্ধ করে দেয়।Questa censura ha scatenato la collera degli egiziani, soprattutto perché è la prima volta, nella storia di questo paese, che viene applicata una censura così dura per ridurre al silenzio gli utenti di internet.
9এই ধরনের নিষেধাজ্ঞা একটিভিস্ট বা কর্মীদের প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। বিশেষ করে এই কারণে যে মিশরের ইতিহাসে এই প্রথম অনলাইনে লোকজনকে চুপ করিয়ে দেবার জন্য এত কঠোর এক ব্যবস্থা গ্রহণ করা হল।Questa decisione è un oscuro richiamo alla censura di ferro imposta dal decaduto presidente Ben Ali, nella vicina Tunisia, dove la rivoluzione ha infervorato milioni di cittadini del mondo arabo.
10এই ঘটনাটি প্রতিবেশী তিউনিশিয়ার বিতাড়িত এক সময়ের লৌহ শাসক জিনে এল আবেদিন বেন আলির বজ্র মুষ্টির কথা মনে করিয়ে দেয়, যিনি এক সময় ইন্টারনেটকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন।
11তিউনিশিয়ার গণ জাগরণ লক্ষ লক্ষ আরবদের অনুপ্রাণিত করেছে।
12কায়রো থেকে হিশাম টুইট করেছে:Dal Cairo, Eman Hashim scrive su Twitter [en]:
13মুবারকের শাসন আমাদের ইন্টারনেটে প্রবেশ করার সুযোগ বন্ধ করে দিয়েছে।il regime di moubarak ci blocca l'accesso a internet.
14এই শব্দগুলোকে ছড়িয়ে দিন।Fate girare la notizia.
15আমাদের আটকে ফেলা হয়েছে#২৫জান।Siamo caduti in trappola #25jan
16ভদ্রমহিলা এর সাথে যোগ করেছে:Poi aggiunge [en]:
17হোম ডিএসএল থেকে টুইটারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর প্রায় সাথে সাথে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।Impossibile accedere a Twitter tramite l'ADSL di casa e presto neanche tramite i telefoni cellulari 3G.
18আমরা আটকা পড়ে গেছি।Siamo caduti in trappola.
19মোহাম্মদ এলগওহারি যোগ করেছে:Mohamed ElGohary conferma [en]:
20মিশরে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে#জান২৫TWITTER BLOCCATO IN EGITTO #Jan25
21এবং আলা আবদে এল ফাত্তাহ উদ্বিগ্ন এবং আর্তনাদ করছে:Alaa Abd El Fattah è su tutte le furie [en]:
22স্মরণ করিয়ে দিতে চাই, মিশরীয় আইনে এমন কোন কিছু নেই, যার মাধ্যমে কোন ওয়েবসাইট বন্ধ করা যায়। এ বিষয়ে একটি আইনও নেই।ricordate TRA LE LEGGI EGIZIANE NESSUNA PUÒ AUTORIZZARE IL BLOCCO DEI SITI WEB. non vi è nessuna clausola.
23ইন্টারনেট সেবাদানকারী বা আইএসপি-প্রতিষ্ঠান সমূহ এক অবৈধ আদেশ পালন করছে।I provider di internet obbediscono a degli ordini illegali.
24রামি রোউফ কি ভাবে এই সমস্যাকে পাশ কাটানো যায় সে ব্যাপারে এক পরামর্শ প্রদান করেছেন :
25#মিশরের নেট নাগরিকরা, যদি আপনারা টুইটার.Rami Raoof suggerisce una soluzione per aggirare [en] il blocco:
26কম এবং বাম্বুসার. কম প্রবেশ করতে চান, তাহলে http://torproject.org 5 থেকে টর নামক উপাদান ডাউনলোড করুন#Jan2।utenti di internet egiziani, se volete accedere a Twitter.com e a Bambuser.com scaricate TOR dal sito http://torproject.org #Jan25
27মনে হচ্ছে ফোন লাইনগুলো জ্যাম বা ভীষণ ব্যস্ত হয়ে রয়েছে।Anche le comunicazioni tramite cellulare sembrano essere interrotte.
28সালি সামি সংবাদ প্রদান করেছে:Sally Sami annuncia [en]:
29কেবলমাত্র তাহরির স্কোয়ার ত্যাগ করতে বাধ্য হলাম।Vengo da piazza tahrir.
30সেখানে কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছে এবং প্রায় সবগুলো মোবাইল ফোন কাজ করছে না। #জানুSono stati sparati gas lacrimogeni e la maggior parte dei cellulari non funziona #jan25
31এবং যোগ করেছেন:Poi precisa [en]:
32বর্তমানে তাহরির স্কোয়ারে মোবিনিল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে#জান২৫I cellulari con abbonamento a Mobinil che si trovavano in piazza tahrir sono stati sconnessi #jan25
33এবং বিক্ষোভের সংবাদ যাতে সব জায়াগায় ছড়িয়ে না পড়ে তার জন্য বেছে বেছে সংবাদ প্রকাশ করা হচ্ছে।Anche i siti web d'informazione sono filtrati, per impedire la diffusione delle notizie relative alle manifestazioni.
34জর্ডানের নাগরিক তোলোলি উল্লেখ করেছে:In Giordania, Tololy scrive [en]:
35মিশরে দ্বিতীয়বারের মত দোসতর. অর্গ (স্বাধীন এক ওয়েব পত্রিকা, যা #২৫জান বিক্ষোভ সরাসরি প্রকাশ করেছিল) বন্ধ করে দেওয়া হয়েছে।Dostor.org (un sito d'informazione indipendente che trasmette gli eventi in diretta #Jan25 ) censurato per la seconda volta in Egitto
36#মিশর#আরবপ্রটেস্ট এবং সউদ আল সুবায়ি যোগ করেছে:Suad Al Subaie aggiunge [en]:
37রাস্তায় হুসনি মোবারকের ছবি ছিড়ে ফেলা হচ্ছে।Immagini di Hosni Moubarak strappate in pubblico.
38১০০ জনের বেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।Più di 100 arrestati.
39তিনটি প্রধান সংবাদ চ্যানেলকে সংবাদ প্রদান করা থেকে বিরত রাখা হয়েছে#মিশর#জান২৫
40মিশরের ঘটনাবলি সম্বন্ধে সাম্প্রতিক সব তথ্য জানতে চাইলে হ্যাশট্যাগ #জান২৫অনুসরণ করুন।A 3 importanti canali televisivi è stato vietato di trasmettere gli eventi #jan25