Sentence alignment for gv-ben-20090721-4282.xml (html) - gv-ita-20090713-6311.xml (html)

#benita
1প্যালেস্টাইন: নেভার বিফোর ক্যাম্পেইন নামের এক প্রচারণাLa ‘Campagna Mai Prima d'Ora’ per i diritti dei Palestinesi
2এ বছরের শুরুতে ইজরায়েল যখন গাজায় আক্রমণ শরু করে তখন এক প্রচারণা চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনিদের প্রতিরোধকে এক গর্বের সাথে যুক্ত করা এবং প্যালেস্টাইনের অধিকারের দিকে মনোযোগ দেওয়া।Una campagna lanciata all'inizio di quest'anno, nel periodo degli attacchi israeliani a Gaza [in], promuove l'idea di essere orgogliosi nella resistenza palestinese [in], focalizzandosi sui diritti palestinesi e non sul vittimismo.
3তবে তাদের প্রতিশোধকামী মানসিকতা তৈরি করা এই প্রচারণার উদ্দেশ্য নয়। এই প্রচারণার নাম নেভার বিফোর ক্যাম্পেইন।Chiamata la Campagna Mai Prima d'Ora, ha la base a Beirut, Libano, e ha prodotto una serie di video [in] per trasmetterne il messaggio.
4এর মুল ভিত্তি লেবাননের বৈরুত শহর এবং এই প্রচারণা তার বার্তা প্রচারের জন্য বেশ কিছু ধারাবাহিক ভিডিও তৈরী করেছে।
5গ্লোবাল ভয়েস অনলাইন এই নেভার বিফোর ক্যাম্পেইন সমন্ধে আরো বিস্তারিত জানার জন্য এর এক সাক্ষাৎকার নিয়েছে।Global Voices Online ne ha intervistato i coordinatori per sapere di più.
6কি ভাবে এই নেভার বিফোর ক্যাম্পেইন শুরু হলো?Come è iniziata la Campagna Mai Prima d'ora?
7এর সাথে কারা জড়িত?Chi è coinvolto?
8দি নেভার বিফোর ক্যাম্পেইন, একদল ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা ব্যাক্তির দল, (প্রচারমাধ্যম, ব্যবসায়ী, সমাজবিজ্ঞানী বিশেষজ্ঞ, নাগরিক সমাজের কর্মী) যারা বেশ কয়েকটি কারনে লেবাননে একত্রিত হয়েছিল, সাধারন ভাবে প্রথমে লেবাননে এবং পরে সমস্ত আরব অঞ্চলে।La Campagna in realtà è costituita da un gruppo di individui libanesi con vari ambiti di provenienza (nel campo media e business, esperti in sociologia, attivisti della società civile) ritrovatisi per diversi motivi, localmente in Libano e nel mondo arabo in generale.
9আমরা আমাদের নাম প্রকাশ করিনি। কারন আমরা চাইছিলাম প্রচারণা এবং আমরা যে সমস্ত কারণকে সমর্থন করতাম মনোযোগ যেন তার উপর থাকে।Non abbiamo rivelato i nostri nomi perché preferiamo che l'attenzione rimanga sulla Campagna in sé oltre che sulle cause che sosteniamo.
10আমরা দেখেছি অনেক ভালো আন্দোলনও ব্যাক্তির জনপ্রিয়তার দিকে ঝুঁকে পড়লে খারাপ আন্দোলনে পরিণত হয়…….. দি নেভার বিফোর ক্যাম্পেইনের জন্য চিন্তা তৈরী হতে থাকে তখন, যখন গত ডিসেম্বরে গাজায় যুদ্ধ শুরু হয়।Abbiamo visto tanti buoni movimenti rovinarsi dopo essere stati personalizzati… L'idea della Campagna Mai Prima d'Ora stava emergendo da qualche tempo, quando è partita la guerra di Gaza nel dicembre scorso.
11তখন আমরা অনুভব করি আমাদের এই প্রচারণা শুরু করা উচিত।È stato allora che ci siamo resi conto che avremmo dovuto lanciarla.
12‘কখনই না' বা ‘নেভার বিফোর' নামটি একটা লম্বা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে মাথায় আসে (গাজা যুদ্ধ শুরু হবার ঠিক পুর্বে)।
13ঠিক করা হয়, এটা উত্তম হবে যে প্যালেস্টাইনি ও দক্ষিণ আফ্রিকার সমস্যার কারণের মধ্যে অথবা সারা বিশ্বে অন্য যে সমস্ত সমস্যার কারণ ছিল তার মধ্যে একটা সমান্তরাল রেখা টানা উচিত।Il termine Mai Prima d'Ora è venuto fuori dopo lunghe discussioni (prima della guerra di Gaza) su se sarebbe stato meglio fare dei parallelismi fra la causa palestinese e la lotta del Sudafrica, o con altre situazioni analoghe nel mondo.
14এর উপসংহার হলো: সারা বিশ্বের মানুষের উপর ইতিহাসের বিভিন্ন সময় অন্যায় সাধিত হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে তা শেষ হয়ে যায়নি বরঞ্চ তা রক্তাক্ত বা আঘাতজনক, নিষ্ঠুর এবং অনেক অভিন্ন চেহারা নিয়ে আসে।La conclusione è stata: è vero che la gente ha subito pesanti ingiustizie nella storia, ma finora non era mai esistita un'ingiustizia per un periodo di tempo così lungo e così evidente e così crudele, e trattata con tale indifferenza.
15একই সময় কখনই ঘটেনা যে ঘটনার ক্ষেত্রে জনতার প্রতিরোধ রয়েছে, তারা লম্বা সময় ধরে লড়াই করে যাচ্ছে, তারা অনেক বাজে ঘটনা ও অনেক বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে।Allo stesso tempo, mai prima d'ora un popolo aveva resistito e lottato per così tanto tempo, avendo tutto contro ed affrontando tanti tradimenti.
16সবশেষে বলা যায় প্যালেস্টাইনি জনগণের প্রতি অবিচারের কথা যা তারা মুখোমুখি হয়, তাদের জন্য সমর্থন এখন অনেক শক্তিশালি, আগে যা কখনই এতটা ছিল না।Infine, il supporto al popolo palestinese contro l'ingiustizia che deve affrontare sta diventando più forte come mai prima d'ora. Campagna Mai Prima d'ora - Io Resisto [in]:
17প্যালেস্টাইনি অধিকারের ক্ষেত্রে এই প্রচারণা অন্য সব প্রচারণার থেকে কতটা আলাদা?Cosa rende questa campagna diversa dalle altre inziative a sostegno dei diritti dei Palestinesi?
18আমরা দাবী করি না আমাদের প্রচারণা পুরোপুরি আলাদা।Non sosteniamo che la nostra campagna sia radicalmente diversa.
19প্যালাস্টাইনিদের সমস্যার জন্য আওয়াজ তোলা হয়েছে ১৯৪৮ সাল থেকে, এমনকি তারও আগে।Si continua a propugnare la causa palestinese fin dal 1948 o anche prima.
20আমরা সেই আন্দোলনের অংশ।Noi facciamo parte di questo movimento.
21আমরা যা খেয়াল করেছি প্যালাস্টাইনের জন্য আন্দোলনের এক দশকের বেশী সময় ধরে চলেছ অথবা তার বেশী।Ciò che abbiamo notato è che, promuovendo campagne per la Palestina da più di un decennio, particolarmente in occidente, si rimane confinati araccogliere simpatie su base umanitaria.
22বিশেষত পশ্চিমে এই সহানুভূতি মানবাধিকারের মধ্যে সীমাবদ্ধ করা ফেলা হয়েছে।Noi crediamo che sia necessario promuovere rispetto per il popolo palestinese piuttosto che empatia o un sentimento guidato dal senso di colpa.
23আমরা বিশ্বাস করি যা প্রয়োজন তা হলো প্যালেস্টাইনি জনগণের জন্য শ্রদ্ধা, তাদের প্রতি দয়াশীল না হয়ে অথবা এক অপরাধ অনুভূতির দ্বারা চালিত না হয়ে।Riteniamo che la giustizia finirà per prevalere in Palestina, nostro compito è far sì che ciò succeda presto, e invitare ogni essere umano rispettabile far parte di questo scenario quando verrà il giorno.
24আমাদের দৃষ্টিভঙ্গি হলো প্যালেস্টাইনি জনগণের জন্য ন্যায়বিচার উন্মোচন করা।Campagna Mai Prima d'ora - Di cosa si tratta:
25আমাদের দায়িত্ব হচ্ছে তা যেন শীঘ্রই অনুষ্ঠিত হয় এবং আমরা সারা পৃথিবীর সকল নিষ্পাপ মানুষকে তার অংশ হতে বলি যখন সেদিন আসবে।
26এই প্রচারণা ভিডিও তৈরীর দিকে মনোযোগ দেয়, অথবা অন্য কোন উপায় রয়েছে কিনা যেখানে বার্তা পাঠানো সম্ভব? আমরা সকলেই পেশাজীবি মানুষ।La campagna si focalizza sulla produzione di video, o ci sono altri mezzi con cui pensate di far circolare il messaggio?
27এই প্রচারণা জন্য কোন আলাদা সম্পদ আলাদা করে রাখা নেই।Siamo tutti lavoratori, con nessuna risorsa allocata per questa Campagna.
28কাজেই আমরা এখন ভিডিওর মাধ্যমে কাজ করছি।Così, per ora ci atteniamo ai video.
29অনেক ব্যাক্তি আমাদের সাথে শারিরীক ভাবে এবং ভার্চুয়াল বা ইন্টারনেটে যোগ দিয়েছে।Molta gente si è già unita a noi, fisicamente e virtualmente, così speriamo di iniziare ad estendere le nostre attività appena possibile.
30কাজেই আমরা আমাদের কার্যক্রম বাড়াবো যত দ্রুত সম্ভব, যখন তা বাস্তবযোগ্য হবে।Campagna Mai Prima d'Ora - Rendi grande la menzogna: