# | ben | ita |
---|
1 | মেক্সিকো: জুতাপালিশওয়ালা ব্যবসা বাড়ানোর জন্য ইউটিউব ব্যবহার করছেন | Messico: lustra-scarpe usa YouTube per incrementare l'attività |
2 | সম্পাদকের মন্তব্য: মেক্সিকোর মন্টারের জুতাপালিশওয়ালার এই ছবি তুলেছেন ইসসা ভিলারিয়েল। এই জুতাপালিশওয়ালা নিজের প্রচারণা করছেন ইউটিউব দ্বারা এবং সংবাদটি প্রথম প্রকাশ হয়েছিল ওচো কুয়েরতুস ব্লগে। | Nota dell'autore: la fotografia scattata da Issa Villarreal di un lustrascarpe di Monterrey, Messico, che si fa pubblicità tramite YouTube, è apparsa la prima volta sul blog Ocho Cuartos [sp]. |
3 | ইসসা এটা নিয়ে লিখেছেন তার নিজের ব্লগে যেখানে তিনি জুতাপালিশওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি তাকে জিজ্ঞাসা করেছেন তার ব্যবসার সাহায্যের জন্য নাগরিক মিডিয়া ব্যবহারের ব্যাপারে। | La blogger prosegue poi il racconto con un'intervista al lustrascarpe sul suo blog Issa [sp], dove gli chiede come mai abbia deciso di ricorrere ai citizen media per promuovere l'attività. |
4 | এটা একটা ভাষান্তর আর লেখকের অনুমতি নিয়ে প্রকাশিত। | Di seguito la traduzione dell'intervista, pubblicata con il permesso dell'autrice. |
5 | ছবি ইসসা ভিলারিয়েলের সৌজন্যে। | Foto di Issa Villarreal. |
6 | সাইনবোর্ডে লেখা আছে “ইউটিউব বা গুগলে সার্চ করুন ‘দুই ব্রাশসহ জুতাপালিশওয়ালা' শব্দগুলো দিয়ে”। | Il cartello riporta: “Cerca su YouTube o Google il video del lustrascarpe con due spazzole” |
7 | মেক্সিকোর শহরতলী মন্টারেতে জুতাপালিশওয়ালা জুয়ান লুনাকে চেনা সহজ। | È facile distinguere Juan Luna dagli altri lustrascarpe nel centro di Monterrey, Messico. |
8 | এস্কোবেদো আর পাদ্রে মিয়ারের সংযোগস্থলে অবস্থিত তার কাজের জায়গায় একটি ছোট সাইনবোর্ড আছে যা যাতাযাতকারীদেরকে আমন্ত্রন জানায় ইউটিউব আর গুগুলে তার ভিডিও দেখার জন্য যেটার নাম, ”দুই ব্রাশসহ জুতাপালিশওয়ালা।” | Il suo stand, posizionato all'intersezione di Escobedo e Padre Mier, mostra un cartello che invita i passanti a cercare su YouTube e Google il suo video intitolato “Il lustrascarpe con due spazzole”. |
9 | “এটা আমার চিন্তা,” সে ব্যাখ্যা করলো একজন খদ্দেরের কাজ করতে করতে। | “È stata una mia trovata,” spiega Juan Luna, mentre si occupa di un cliente. |
10 | ”ধারণাটা হলো বেশী লোকের কাছে পৌঁছানোর জন্য নিজেকে তুলে ধরা। পুরোনো রীতি থেকে বেরিয়ে আসা।” | “L'idea era quella di farmi conoscere per acquisire più clienti e rompere un po' con i vecchi metodi”. |
11 | জুয়ান সব্যসাচী; সে দুই হাতে দুইটা ব্রাশ নিয়ে প্রত্যেকটা দিয়ে জুতা পালিশ করে। | Juan è ambidestro: afferra una spazzola per mano e lucida entrambe le scarpe contemporaneamente. |
12 | সে নিজেকে যোগ্য আর উদ্ভাবন শক্তি সম্পন্ন মনে করে: সে পালিশে টেফ্লন যুক্ত করে যাতে জুতা থেকে পানি আর ধুলা পিছলে পড়ে যায়। | Si considera alquanto abile e anche innovativo nel suo campo: aggiunge del teflon al lucido, in modo tale che l'acqua e la polvere scivolino via dalle scarpe. |
13 | এইভাবে দুই সপ্তাহ পর্যন্ত পালিশ থাকে আর তার পরেও তিনি বাকী সবার সমান দাম নেন। | In questo modo, spiega Juan, la protezione può durare fino a due settimane e il prezzo del lavoro rimane lo stesso. |
14 | তার ইউটিউবের ভিডিওতে, একজন দেখতে পারেন তিনি কেমন করে দুইটা ব্রাশ ব্যবহার করেন, আর তার সাথে তার দৈনিক প্রেরণা: তার পরিবারের একটা ছবি। | Nel video su YouTube, è possibile vedere come opera con le due spazzole e la sua fonte d'ispirazione quotidiana: una fotografia della famiglia. |
15 | এই সংক্ষিপ্ত ক্লিপ -এক মিনিট ব্যাপী- ছয় মাস ধরে অনলাইনে আছে আর মে ২০০৮ থেকে এরই মধ্যে ৪৫০০ বার তা লোকে দেখেছে। | La breve clip che segue - dura circa un minuto - è online da sei mesi e ha totalizzato 4.500 visite da maggio 2008. |
16 | জুতাপালিশওয়ালা হিসাবে তার ১০ বছরের অভিজ্ঞতা আছে। | |
17 | কয়েক মাস আগে তিনি একজন স্পন্সর খুঁজে পেয়েছিলেন (মন্টেরের একটা বিয়ে আয়োজনকারী কোম্পানী) তার শহরের কেন্দ্রের স্ট্যান্ডের ভিডিওকে ধারন আর সম্পাদনা করার জন্য। এই স্থানে তিনি এক বছর ধরে কাজ করছেন। | Juan Luna vanta dieci anni di esperienza come lustrascarpe, ma soltanto pochi mesi fa è riuscito a trovare uno sponsor (un'agenzia matrimoniale di Monterrey) per registrare e pubblicare il video dello stand nel cuore della città in cui si è stabilito da un anno. |
18 | “আমার গ্রাহকরা আমাকে উৎসাহিত করেন কারন অন্য কেউ দুই হাত দিয়ে পালিশ করতে পারে না কারন এবং আমি সব্যসাচী। | “I clienti mi incoraggiano perché non esistono altri lustrascarpe ambidestri che utilizzano le due spazzole come faccio io. |
19 | আমরা আরো কয়েক ধরনের ভিডিও করবো আর শুধু ইউটিউবে থাকা মজার ধরনের না,” বলেছেন জুয়ান। | Contiamo di realizzare altri video, diversi da quelli ora su YouTube,” ha annunciato Juan. |
20 | “আমাকে ইন্টারনেটে দেখে গ্রাহকরা এসেছেন, তিনি ব্যাখ্যা করলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো ভিডিও প্রচারণার ফলাফল সম্পর্কে। | Quando gli chiedo che impatto ha avuto il video sull'attività, Juan risponde: “I clienti sono arrivati perché mi hanno visto su Internet. |
21 | “কেউ (ভিডিওটি) সুপারিশ করেছে বা তারা এমনিতেই দেখেছে আর এর পর তাকে চাক্ষুস দেখতে চেয়েছে।” | Qualcuno gli ha consigliato (il video), altri ci si sono imbattuti per caso e spinti dalla curiosità hanno avuto voglia di conoscerlo di persona”. |
22 | “বিশ্বের সব থেকে ভালো জুতাপালিশওয়ালা” হচ্ছে তার প্রচারণার স্লোগান। | “Il miglior lustrascarpe del mondo”, è il suo slogan promozionale. |
23 | তিনি বললেন যে তিনি সপ্তাহে এক দুইবার অনলাইন হন। এছাড়া তিনি ইউটিউবে অন্যান্য মজার ভিডিও দেখেন। | Juan dice di andare online una volta o due volte alla settimana, e curiosa su YouTube alla ricerca di video divertenti. |
24 | তার এই আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলতে জুয়ান লজ্জিত না আর ডিজিটাল মিডিয়া নিয়ে তার যে আত্মবিশ্বাস আছে তা প্রকাশ করেন অকপটে। | Juan non ha timore nel parlare della sua strategia commerciale e della familiarità acquisita con gli strumenti digitali. |
25 | “(ভিডিওর) একটা কারন হলো যে যাদের নিয়ে ইউটিউবে ভিডিও প্রচারিত হয় তাদের সাথে হয়ত কোনদিনই আপনার দেখা হবে না,” তিনি বললেন, ”আর আমি একমাত্র যার সাথে আপনি দেখা সাক্ষাত করতে পারেন।” | “Uno dei motivi che mi ha spinto a realizzare il video è che non capita mai d'incontrare le persone che si vedono su YouTube,” ha spiegato, “e io sono l'unica persona che si può incontrare personalmente”. |