# | ben | ita |
---|
1 | সিরিয়া: নাগরিক ভিডিও দারা’আ শহরের বিভৎস ঘটনার দৃশ্য তুলে ধরছে | Siria: Pubblicati su YouTube video che documentano il massacro dei manifestanti |
2 | এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। যখন দারা'আ নামক এলাকায় বিক্ষোভকারীদের হামলা চালানোর ঘটনা চলছিল এবং সেখান থেকে আরো মৃত্যুর সংবাদ আসছিল, তখন শহরের নাগরিক সাংবাদিকরা (সিটিজেন রিপোটার্স) সে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে এবং সেগুলোকে ইউটিউবে উঠিয়ে দিচ্ছিল। | Non si ferma la repressione delle proteste antigovernative [it] in corso a Dar'a: mentre gli ultimi resoconti parlano di un numero sempre maggiore di vittime, nella sola giornata del 23 marzo i citizen reporter sul posto hanno documentato la gravità della situazione caricando molti video su YouTube, che nel Paese è stato sbloccato solo di recente [en]. |
3 | সম্প্রতি সিরিয়ায় এই সব ভিডিওর উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। | AVVERTENZA: Il contenuto di alcuni di questi video è estremamente violento. |
4 | এই সব ভিডিও যা ২৩ মার্চ,২০১১ তারিখে উঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সিরিয়ার দক্ষিণের শহর দারা'আর নাগরিকদের উপর চালানো ভয়াবহ হামলার দৃশ্য তুলে ধরছে। | |
5 | সতর্কতা:: নিচের ভিডিওগুলির কয়েকটি প্রচণ্ড পীড়াদায়ক ও বিভৎস। এই প্রচণ্ড পীড়াদায়ক ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছেন ব্যবহারকারী শামসএনএন। | In questo video [ar, come tutti i link tranne ove diversamente segnalato] molto crudo, caricato dall'utente SHAMSNN, alcuni siriani chiamano un'ambulanza per soccorrere un giovane cui pare abbiano sparato. |
6 | যখন ধারণা করা হয় যে এক তরুণের শরীরে গুলি লেগেছে, নাগরিকরা একটি অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান জানাচ্ছিল। | All'inizio vediamo solo tre uomini a terra, ma poi l'inquadratura si allarga, a mostrare altri feriti. |
7 | ক্যামেরায় প্রথমে দেখা গেল যে তিনজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, কিন্তু এরপর ক্যামেরা সামান্য ঘুরে যায়, আর এতে উন্মোচিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দৃশ্য, যারা আহত হয়েছে। | |
8 | পেছনে আরো গুলির শব্দ শোনা যায়, এর পর অন্য কয়েকজন আহত ব্যক্তিদের ছবি কাছ থেকে তোলার জন্য ক্যামেরা ঘুরতে করতে থাকে। | Di sottofondo si odono colpi d'arma da fuoco, poi la telecamera ci fa vedere da vicino molte altre persone ferite. |
9 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে শামসএনএন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার জন্য নাগরিকরা আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, কারণ তখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে: | In quest'altro video, caricato dallo stesso utente, si vedono alcune persone portare in salvo un ferito che giaceva in strada, mentre tutt'intorno si odono colpi d'arma da fuoco: |
10 | কাঁপতে থাকা এই ভিডিওতে দেখা যাচ্ছে, যখন রাস্তায় প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল। সে সময় একজন মানুষ গর্জন করে উঠেছিল “আল্লাহ মহান”! | In quest'altro video, un po' traballante, si sentono altri colpi esplosi durante una manifestazione di protesta; un uomo urla “Allah è grande”, poi si vede una nube di gas lacrimogeno invadere la folla. |
11 | সে সময় দৃশ্যত মনে হচ্ছিল, জনতার মাঝে উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। | Il video è stato caricato dall'utente islam1tv: |
12 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে ইসলামটিভি: | http://www.youtube.com/watch? |
13 | http://www.youtube.com/watch? | v=iJp7lKt1I3I |
14 | v=iJp7lKt1I3I নীচের ভিডিওটি ২৩ মার্চের অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার সময় তোলা হয়েছে, এই শোভাযাত্রা ছিল আল ওমারি মসজিদে ভোরের বেলায় চালানো হামলায় শহীদ ছয় ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রা। | Il video che segue documenta la processione funebre svoltasi il 23 marzo in onore dei sei uomini morti nell'assalto alla moschea di Al Omari [en]. |
15 | সে সময় জনতা স্লোগান দিচ্ছিল, আল্লাহ ব্যাতিত কোন উপাস্য নাই এবং শহীদেরা স্রষ্টার কাছে রয়েছে। | La folla intona: “Non c'è Dio all'infuori di Dio, e i martiri sono ora con Dio”. |
16 | এই ভিডিওটি আপলোড করেছে ইউটিউব ব্যবহারকারী ইসলামটিভি: | Anche questo video è stato caricato dall'utente YouTube islam1tv: |
17 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
18 | v=Xce6iCe7vhE | v=Xce6iCe7vhE |
19 | এই ভয়াবহ দৃশ্য সম্বলিত ভিডিওতে , আরো যে সব গণহত্যা চালানো হয়েছে তার দৃশ্য রযেছে। | |
20 | যেমনটা এখানে দেখা যাচ্ছে, রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে এবং যারা সেই সব মৃতদেহ সরানোর চেষ্টা করছে তাদের উপর গুলি করা হচ্ছে। | Il seguente video, molto crudo, mostra l'entità del massacro: si vedono molti corpi per le strade, e cecchini sparare su chiunque cerchi di rimuoverli. |
21 | একদল লোক একটি ভ্যান গাড়ির পেছনে আশ্রয় নিয়ে গুলির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। | Un gruppo di uomini si rifugia dietro un furgoncino per ripararsi dai colpi. |
22 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে শামসএনএন। | Video caricato dall'utente SHAMSNN. |