# | ben | ita |
---|
1 | সিরিয়া যুদ্ধের ধামা ঢোল আরও জোরালো হচ্ছে | Siria: il suono dei tamburi di guerra si fa più forte |
2 | সিরিয়ার আলেপ্পোতে “দ্যা রেভ্যুলেশনারিজ অফ মানবিজ” কপিরাইটঃ ডেমোটিক্স, ২৩ জুলাই, ২০১৩। | “Rivoluzionari del Manbij” ad Aleppo, Siria. Foto di Dona Bozzi. |
3 | একটি “দন্ড-বিধায়ক” বোমা বর্ষণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নেওয়ায় সিরিয়াতে যুদ্ধের ঢোল আরো জোরে বেজে উঠেছে। | Copyright Demotix, 23 luglio 2013. Il suono dei tamburi di guerra si fa sempre più forte mentre il Congresso statunitense si prepa a votare per un bombardamento “punitivo” in Siria. |
4 | অনলাইনে এক রাতের মধ্যে সবাই সিরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। | Sulla rete tutti sono diventati improvvisamente esperti della questione siriana. |
5 | ফিলিস্তিনের অধিবাসী ইয়াদ এল-বাগদাদি খেয়াল করেছেনঃ | Iyad El-Baghdadi, palestinese, osserva: |
6 | এটা কি খুব হাস্যকর নয় ? যখন সিরিয়ার জনগনের ভয়ঙ্কর দুর্ভোগের সময় হল আর তখনই কীভাবে যেন হঠাৎ সবার বিবেক জেগে উঠলো ! | Non è ammirevole come la coscienza di ognuno improvvisamente si risvegli davanti alle terribili sofferenze del popolo siriano? |
7 | সিরিয়ার মোহজা খাফ বলেছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে। | Mohja Khaf, siriana, si dichiara contraria ad un intervento armato. |
8 | তিনি কারন দেখিয়ে বলেছেনঃ | Queste le ragioni: |
9 | সিরিয় বিপ্লবের তৃণমূল নারী ও পুরুষেরা আমার অক্ষ। | Il mio sostegno va agli uomini ed alle donne della rivoluzione siriana. |
10 | একটি স্বাধীন গণতান্ত্রিক #সিরিয়া প্রতিষ্ঠার জন্য তাঁদের বৈধ সংগ্রামকে মার্কিন হামলা সহায়তা করবে না। | L'attacco degli USA non sarà di nessun aiuto alla loro legittima lotta per una Siria libera e democratica. |
11 | মার্কিন হামলায় কোন জাদুর বুলেট ব্যবহার করা হবে না যা #সিরিয়ার কসাইকে উৎখাত করবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। | L'attacco degli USA non è la pallottola magica che metterà fine ai massacri in Siria, risolvendo tutto. |
12 | সিরিয়ার মানবতার সংকটের কোন প্রার্থনা প্রসূত উত্তর মার্কিন হামলা দিতে পারবে না - এটির অর্থ হচ্ছে আরও বেসামরিক মানুষের মৃত্যু যন্ত্রণা। #সিরিয়া | L'intervento degli USA non è la risposta alla crisi umanitaria in Siria ma sarà solo un'ulteriore agonia per i civili. |
13 | এবং তিনি আরও বলেছেনঃ | E aggiunge: |
14 | #সিরিয়াতে আসন্ন মার্কিন হামলায় কেউ কি অবস্থায় থাকবে তা কোন বিষয় নয়, আসাদ সিরিয়ার বেসামরিক জনগণের জীবন ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে, যা কেউ অস্বীকার করবে না। | Che nessuno neghi gli orribili massacri in Siria perpetrati da Assad, a prescindere dalla propria posizione circa l'intervento armato da parte degli USA. |
15 | কাহফ আমাদের মনে করিয়ে দিয়েছেনঃ | Kahf ci ricorda: |
16 | #সিরিয়াতে মার্কিন হামলায় আপনার অবস্থা কি হয়, সেটা কোন বিষয় নয়। এটা অস্বীকার করবেন না সিরিয়ার তরুণেরা প্রকৃত তৃণমূল বিপ্লব ঘটাতেই রাজপথে নেমেছে। | Non importa la tua posizione riguardo l'attacco da parte degli USA, NON PUOI NEGARE che i giovani siriani siano scesi in strada per una genuina RIVOLUZIONE. |
17 | খোদা মাফ করো। | Maledizione. |
18 | এবং সিরিয়ার আমল হানানো আরও বলেছেনঃ | E Amal Hanano, siriano, aggiunge: |
19 | অনুস্মারক: স্লোগান দেয়ার কারনে সিরিয়ার কয়েক হাজার লোককে মেরে ফেলা হয়েছেঃ জনগন শাসনতন্ত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে চায়। | Promemoria: migliaia di siriani sono stati uccisi per aver protestato: il popolo vuole rovesciare il regime. |
20 | #সিরিয়া বিভিন্ন দেশের দ্বিগুণ চাপ প্রয়োগের কারনে সিরিয়ার মায়সালুন বেশ হতবাকঃ | Maysaloon, siriano, manifesta la sua sorpresa nel notare i diversi standard di valutazione delle varie nazioni: |
21 | সৌদ আল ফয়সাল বলেছেন, আসাদের বিষাক্ত গ্যাস ব্যবহার সহ্য করা যাবে না। | Saud al Faisal dice che l'uso dei gas tossici da parte di Assad non può essere tollerato. |
22 | কিন্তু মজার ব্যাপার হল, সাদ্দাম যখন ব্যবহার করেছিলেন, তখন তাঁরা কিছু মনে করেননি। #পিটি #পটকেটলব্ল্যাক | E' divertente che non gli importasse quando l'ha usato Saddam. |
23 | এবং দিমা খাতিব [আরবি] বলেছেনঃ | E Dima Khatib aggiunge: |
24 | কেউ যদি আমেরিকানদের বিশ্বাস না করে, তবে শুধুমাত্র এই কারনে এটা প্রমানিত হয় না যে, সে আসাদের শাসনতন্ত্রের সমর্থক। | Essere contro l'attacco statunitense non significa stare dalla parte del regime di Assad. |
25 | বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের চর্চা বন্ধ করুন। স্বাধীনতার জন্য যুদ্ধের নামে অন্যদের ধ্বংস করা বন্ধ করুন। | Basta col terrorismo intellettuale e con l'annientare gli altri nel nome della lotta per la libertà |
26 | মাইকেল হান্নার মতে সিরিয়াতে এই যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারেঃ | Secondo Michael Hanna, una guerra in Siria potrebbe durare per anni: |
27 | যদি সিরিয়া নিয়ে আমরা গুরুগম্ভীর আলোচনা করতে চাই, তবে আমাদের এটা বুঝে আগানো উচিৎ হবে যে সাম্প্রতিক গোলা-গুলি নিয়ে এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হবে। | Se vogliamo discutere seriamente sulla Siria, dovremmo innanzitutto capire che la guerra attualmente in preparazione durerà per anni. |
28 | বাহরাইন থেকে আলী আল সাইদ টুইট করেছেনঃ | Dal Bahrain, lo scrittore Ali Al Saeed scrive su Twitter: |
29 | পৃথিবীর দুষ্ট স্বৈর শাসককে দেয়া #ওবামা - র বার্তাঃ যতক্ষন না আপনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন, ততক্ষন আপনার জনগনকে জবাই করাই উত্তম। #সিরিয়া #আসাদ | Messaggio di Obama a tutti i dittatori malvagi del mondo: massacrare la propria gente va bene fino a quando non si ricorre alle armi chimiche. |
30 | আগের একটি টুইটে তিনি অবাক হয়ে বলেছেনঃ | In un tweet precedente, si chiede: |
31 | ১ লক্ষ লোককে হত্যা করা এবং ২ মিলিয়ন লোককে বাস্তুহারা করা কীভাবে মেনে নেওয়া হয়। আর ১ হাজার লোকের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের কারনে সামরিক হামলা ? | Come mai uccidere 100.000 persone e metterne in fuga 2 milioni può andar bene, mentre usare i gas tossici su 1.000 di loro richiede un intervento armato? |
32 | #সিরিয়া #সিরিয়াক্রাইসিস আলী দাহমাশ জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের বাইরে একটি যুদ্ধ বিরোধী সমাবেশ হতে দেখেছেনঃ | Ad Amman, la capitale della Giordania, Ali Dahmash, ha assistito a una manifestazione contro la guerra svoltasi davanti all'ambasciata degli Stati Uniti: |
33 | এইমাত্র #আম্মানের মার্কিন দূতাবাস অতিক্রম করলাম এবং সেখানে প্রায় ১ শত লোক #সিরিয়া - তে ওবামার বোমা বিস্ফোরনের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। #জর্ডান #জো | Sono appena passato davanti all'ambasciata degli USA ad Amman e c'erano alcune centinaia di persone che manifestavano pacificamente contro la decisione di Obama di bombardare. |
34 | ধারাভাষ্যকার মার্ক লিঞ্চ আরও বলেছেনঃ | Il cronista Marc Lynch aggiunge: |
35 | ওবামা প্রশাসনের সিরিয়া যুদ্ধে ঢোকার সবচেয়ে দুঃখের অংশটি হচ্ছে, তাঁদেরকে আমি একই তর্ক-বিতর্ক ফলদায়কভাবে সশব্দে দুই বছর ধরে ফেরি করে বেড়াতে দেখছি। | La cosa più triste dell'amministrazione Obama riguardo la Siria è che ora cercano di venderci le stesse argomentazioni che per due anni hanno smontato. |
36 | একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল কাসেমি জিজ্ঞেস করেছেনঃ | Mentre un cronista degli UEA, il sultano Al Qassemi, chiede: |
37 | উপসাগরীয় রাষ্ট্রগুলো (২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে) এবং তুরস্ক (ন্যাটো বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সেনা বাহিনী) কেন তাঁদের সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ? | Perché gli Stati del Golfo (armi per 123 miliardi di dollari comprate dagli USA nel 2010) e la Turchia (secondo più grande esercito tra i Paesi Nato) lasciano la loro guerra in Siria agli Stati Uniti? |
38 | এবং মিশর থেকে জনাব এনট্রপি বলেছেন, এ যুদ্ধের জরিমানা হতে যাচ্ছে দ্বিধান্বিতঃ | Sentirsi confusi è normale, dice Ms. Entropy dall'Egitto: |
39 | #সিরিয়া - তে তাৎক্ষনিক অনেক বিশেষজ্ঞের মতো, আমার অজ্ঞতাকে দমন করতে আমি এ বিষয়টি সম্পর্কে খুব অল্পই জানি - তবে আমি যতটুকু জানি ততোটুকুই আমার হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট। | A differenza di molti esperti improvvisati sulla Siria, so abbastanza per essere certa della mia ignoranza - e il che è sufficiente a spezzarmi il cuore. |