# | ben | ita |
---|
1 | আফগানিস্তানে প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা | ‘Buz-e-Chini’, il primo cartone animato digitale afgano |
2 | দীর্ঘ তিন দশকের যুদ্ধ আর ধ্বংসপাতের ইতিহাস পিছনে ফেলে আফগানিস্তান আধুনিক প্রযুক্তি আর মিডিয়া ব্যবহার করে দেশটির পুনর্নিমাণ করছে। আর নতুন প্রজন্মও বেড়ে উঠছে নতুন স্বপ্নকে সাথে নিয়ে। | Lasciandosi alle spalle più di trent'anni di guerre e distruzione, l'Afghanistan di oggi si serve anche di tecnologie moderne e nuovi media per ricostruire il Paese e far crescere le nuove generazioni con una visione più ottimistica del futuro. |
3 | দেশটির প্রথম থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড স্বপ্লদৈর্ঘ্য ছবি 'বাজ-ই-চিনি' (ছাগল) হাজারাগি ভাষায় নির্মিত হয়েছে | ‘Buz-e-Chini‘ [en, “la capra”) è il primo cartone animato digitale 3D mai realizzato in hazaragi [en], un dialetto della lingua persiana parlato dalle popolazioni hazara [it] in Afghanistan e in Pakistan. |
4 | । হাজারাগি হলো আফগানিস্তান এবং পাকিস্তানের ফারসিভাষী হাজারা জনগোষ্ঠীর একটি উপভাষা। | La storia si basa su una fiaba popolare e narra le vicende di una capra e dei suoi tre capretti ingannati da un astuto lupo. |
5 | সিনেমাটি তৈরি করা হয়েছে একটি লোক গল্প অবলম্বনে, যেখানে ধূর্ত নেকড়ে ছাগল ও তার তিন বাচ্চার সাথে প্রতারণা করে। | È ambientata in Bamiyan, una provincia dell'Afghanistan centrale, all'ombra dei Buddha di Bamiyan [it], le due monumentali statue del Buddha risalenti al VI secolo d.C. e distrutte dai talebani nel 2001. |
6 | আর সিনেমার লোকেশন বেছে নেয়া হয়েছে মধ্য আফগানিস্তানের বামিয়ান প্রদেশকে। | ‘Buz-e-Chini' è diretto da Abbas Ali, un disegnatore grafico di origini hazara. |
7 | ২০০১ সালে তালেবান কর্তৃক ষোড়শ শতাব্দীর বৌদ্ধ মন্দির ভাঙ্গার কথা মনে রেখেই এই জায়গাটি বেছে নেয়া হয়েছে। 'বাজ-ই-চিনি' পরিচালনা করেছেন হাজারা সম্প্রদায়ের গ্রাফিক্স ডিজাইনার আব্বাস আলী। | Nato in Afghanistan, Abbas Ali lascia il paese durante il regime talebano, rifugiandosi in Pakistan, dove studia animazione grafica e comincia a lavorare a ‘Buz-e-Chini', che terminerà una volta rientrato nel suo Paese dopo la caduta del regime. |
8 | তার জন্ম আফগানিস্তানে। তবে তালেবানরা দেশটি দখল করে নিলে তিনি দেশ ছেড়ে চলে যান। | Sulla sua passione per i film d'animazione, Abbas Ali racconta [fa]: |
9 | তিনি পাকিস্তানে রিফিউজি হিসেবে যান। | Da bambino adoravo i cartoni animati trasmessi in televisione. |
10 | এখানেই তিনি অ্যানিমেশন নিয়ে লেখাপড়া করেন। সেখানেই সিনেমা বানানোর উদ্যোগ নেন। | Spesso saltavo le lezioni a scuola per guardare i miei cartoni preferiti in tv, e qualche volta mi sono preso anche qualche scapaccione per quello. |
11 | আফগানিস্তানে তালেবানদের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। | Questo interesse mi ha spinto ad iniziare a disegnare e in seguito ad iscrivermi alla scuola di design. |
12 | এবং 'বাজ-ই-চিনি'র নির্মাণ শেষ করেন। | 'Buz-e-Chini': Poster ufficiale del film |
13 | অ্যানিমেশন সিনেমার প্রতি আগ্রহ নিয়ে আব্বাস আলী বলেন [ফারসি ভাষায়]: ছোটবেলায় টেলিভিশনে যেসব কার্টুন দেখানো হতো, আমি সেগুলোর ভীষণ ভক্ত ছিলাম। | In una recente intervista con NATOchannel.tv, il regista ha dichiarato di aver prodotto ‘Buz-e-Chini' per trasmettere un ‘messaggio di pace' e impedire ai talebani di ‘cancellare la cultura afgana'. |
14 | টিভিতে পছন্দের কার্টুন দেখার জন্য আমি প্রায় স্কুল থেকে পালিয়ে যেতাম। | |
15 | এজন্য কিছু কিছু সময়ে বেতের বাড়িও খেয়েছি। | ‘Buz-e-Chini' circolò dapprima illegalmente su DVD e videocassette. |
16 | এই আগ্রহ-ই আমাকে ছবি আঁকার দিকে নিয়ে যায়। | Una delle prime proiezioni autorizzate del film fu organizzata in una grotta a Bamiyan. |
17 | পরে আমি ছবি আঁকার স্কুলে (গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউড) ভর্তি হই। | Bambini di Bamiyan guardano 'Buz-e-Chini' in una grotta. |
18 | ‘বাজ-ই-চিনি': অফিসিয়াল সিনেমা পোস্টার | Foto di Tahira Bakhshi (Republic of Silence). |
19 | সম্প্রতি ন্যাটোচ্যানেল. | Uso autorizzato. |
20 | টিভির সাথে একটি সাক্ষাত্কারে পরিচালক বলেন, 'শান্তির বাণী' পৌঁছে দিতে এবং তালেবানদের ‘আফগান সংস্কৃতি মুছে' ফেলার অপচেষ্টা রোধ করতেই ‘বাজ-ই-চিনি' সিনেমা বানানো হয়েছে। | |
21 | ‘বাজ-ই-চিনি' প্রথমে অবৈধ ভাবে ডিভিডি এবং ভিডিও ক্যাসেটে পাওয়া যেত। | Ali Karimi scrive [fa] su The Republic of Silence [fa]: |
22 | বাময়ানের একটি গুহায় সর্বপ্রথম এর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। | Questo film, ‘Buz-e-Chini,' dimostra che gli artisti afgani sono ora in grado di divertire i bambini con cartoni animati afgani. |
23 | বামিয়ানের বাচ্চারা একটি পর্বতের গুহায় স্ক্রিনে ‘বাজ-ই-চিনি' দেখছে। তাহিরা বকশি'র (রিপাবলিক অব সাইলেন্স) ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Senza dubbio, dopo aver guardato per anni l'americano ‘Tom and Jerry', la visione di ‘Buz-e-Chini', prodotto a Bamiyan, sarà un'esperienza divertente e indimenticabile per questi bambini. |
24 | দ্য রিপাবলিক অব সাইলেন্সে আলি কিরিমি [ফারসি ভাষায়] লিখেছেন: | Mohammad Amin Wahidi, blogger e fondatore di ‘Deedenow Cinema Production Afghanistan' scrive [en]: |
25 | ‘বাজ-ই-চিনি' সিনেমা দেখিয়ে দিল, আফগানিস্তানের শিল্পীরা দেশের কার্টুন দিয়েই বাচ্চাদের আনন্দ দিতে পারে। | Nonostante fin dal 2004 si siano prodotti corti d'animazione in Afghanistan, la qualità e lo stile grafico di “Buz e Chini” sono stati paragonati a quelli dei prodotti della Pixar… |
26 | কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলে দেয়া যায়, আমেরিকার ‘টম অ্যান্ড জেরি' দেখার পরেও বামিয়ান প্রদেশের তৈরি ‘বাজ- ই-চিনি' দেখে দারুণ আনন্দ পাবে। | |
27 | এই মজার অভিজ্ঞতা তারা কখনোই ভুলবে না। | Alessandro Pavone, videogiornalista con base in Afghanistan, commenta su Twitter: |
28 | মুহম্মদ আমিন ওয়াহিদি নামের একজন ব্লগার এবং ‘ডিডিনাও সিনেমা প্রডাকশন আফগানিস্তান'-এর প্রতিষ্ঠাতা লিখেছেন: | |
29 | ২০০৪ সালেও আফগানিস্তানে অ্যানিমেটর ছিলেন, যারা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন তৈরি করতেন, যদিও ‘বাজ-ই-চিনি'র মান এবং গ্রাফিক্স স্টাইল পিক্সারের পণ্যগুলোর সাথে তুলনা করা যায়। | |
30 | আলেসজান্দ্রো পাভন নামের আফগানিস্তান ভিত্তিক একজন ভিডিও সাংবাদিক তার টুইটারে সিনেমা নিয়ে মন্তব্য করেছেন: | |
31 | এটা কি #পিক্সারের নতুন সিনেমা? | È questo il nuovo film della #Pixar? |
32 | না, এটা আফগানিস্তানের প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা #‘বাজ-ই-চিনি' | |
33 | ‘বাজ-ই-চিনি' সিনেমাটি ইউটিউবে আপলোড করা হয়েছে। | No, è il primo film d'animazione 3D afgano! |
34 | সেখানে অনেক মন্তব্য এসেছে। | “ #Buz-e-Chini” |
35 | ইফতেখারচানগেজি বলেন: | E su YouTube, Eftakharchangezi commenta così: |
36 | দারুণ গ্রাফিক্স- এটি হলিউডি থ্রিডি সিনেমার মতো পেশাদারভাবেই করা হয়েছে। | Grafica incredibile - Dimostra la stessa professionalità di un film 3D di Hollywood. |
37 | এ ধরনের পেশাদারি কাজের জন্য ধন্যবাদ। | Grazie per aver creato un prodotto di così alto livello. |
38 | এ ধরনের আরো পেশাদারি কাজ দেখার আশায় রইলাম। | Non vedo l'ora di vedere altri lavori di questo calibro… |