Sentence alignment for gv-ben-20101119-13424.xml (html) - gv-ita-20101114-26549.xml (html)

#benita
1মায়ানমার: অবশেষে মুক্তি পেলো সু কিMyanmar: Aung San Suu Kyi è finalmente libera
2বিগত ২১ বছরের মধ্যে ১৫ বছর বন্দী জীবন যাপন করার পর অবশেষে এখন তিনি মুক্তি পেলেন।Degli ultimi ventun anni, quindici li ha trascorsi in prigione. Ora è finalmente libera [en, come tutti gli altri link tranne ove diversamente indicato].
3বার্মার গণতন্ত্রের প্রতিভূ এবং বিরোধী দলীয় নেত্রী অং সান সু কি রবিবার বিকেলে মায়ানমারের আর্মি সমর্থিত সরকার কর্তৃক বন্দী দশা থেকে মুক্তি পান।L'icona e leader dell'opposizione birmana nella lotta per la democrazia, Aung San Suu Kyi, è stata rilasciata sabato pomeriggio, su disposizione di quello stesso governo di Myanmar appoggiato dalla giunta militare che l'aveva tenuta in stato di arresto per così lunghi anni.
4ঐ দিনটি ছিল দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের এক সপ্তাহ পরের দিন যেখানে প্রতিনিধিত্ব করেছে শুধু ক্ষমতাসীন প্রশাসনের প্রার্থীরা।Il rilascio è avvenuto una settimana dopo la recente tornata elettorale [it] dominata dalla presenza di candidati a favore dell'attuale governo.
5দ্যা ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা তার মুক্তির প্রথম কয়েক মিনিট এর ভিডিও চিত্র ধারন করেছে।The Democratic Voice of Burma è stata in grado di documentare i primissimi momenti del suo rilascio.
6এই ভিডিওতে দেখা যাচ্ছে সু কি তার লেক পার্শ্ববর্তী বাড়ীর নিকট সমর্থকদের প্রতি হাত নাড়ছে।Questo video mostra Suu Kyi che saluta i suoi sostenitori accorsi all'annuncio della liberazione nei pressi della casa sul lago dove vive la donna.
7ভিমিও এ ডিভিবিটিভি ইংলিশ হতে নেয়া অং সান সু কির মুক্তির দৃশ্যঅং সান সু কির মুক্তির দৃশ্য। from on .Il RILASCIO DI AUNG SAN SUU KYI da DVBTV English su Vimeo.
8সুকি এই সপ্তাহের শেষে তার গুহবন্দীত্ব আদেশ শেষ হবার দিন মুক্তি পাবে এমন খবর গত বৃহস্পতিবার হতে ছড়িয়ে পড়েছিল।La notizia della liberazione del premio Nobel per la Pace era già circolata giovedì scorso, giorno in cui scadevano i termini della condanna agli arresti domiciliari.
9প্রতিবেদন এ উল্লেখ করা হয়েছিল যে সে তার মুক্তির কাগজপত্রে ১২টার দিকে স্বাক্ষর করবে।Si è detto che la donna abbia firmato il documento relativo al suo rilascio alle 12 circa di quel giorno.
10এমনকি সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর সদস্যরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সচিবালয় দপ্তর তার মুক্তির প্রত্যাশায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছিল।Da quel momento i membri della National League for Democracy (NLD), il partito di Suu Kyi, hanno cominciato a sistemare e ripulire gli uffici del quartier generale del partito in attesa dell'evento.
11শুক্রবার, ইয়াঙ্গুন এ এনএলডি দপ্তরের সামনে ৫০০'র বেশী মানুষ জড়ো হয়, সকলে অপেক্ষা করছিল “আন্টি সু এর মুক্তি” এর জন্য।Venerdì c'era una gran folla di oltre 500 persone riunite di fronte alla sede dell' NLD a Yangon, aspettando il rilascio di “zia Su”.
12কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ব্যানারে লেখা ছিল “আজ তার মুক্তির দিন”।Un cartello di fronte al quartier generale annunciava “Oggi è il giorno del suo rilascio“.
13১০০'র বেশী এনএলডি সদস্য এবং সমর্থকরা একটি স্থানীয় হাসপাতালে রক্ত দান করে তার মুক্তির খবর এর প্রতি মনোনিবেশ ঘটানোর উদ্দেশ্যে।Oltre 100 tra esponenti del partito della Suu Kyi e sostenitori hanno anche donato il sangue nell'ospedale locale per attrarre l'attenzione sul particolare momento storico in atto.
14এই শুক্রবার গৃহবন্দীর বিরুদ্ধে সু কি ‘র করা শেষ আপিল যখন বার্মার সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তখন তার মুক্তি সন্দেহজনক হয়ে পড়ে, যা মানুষকে উদ্বিগ্ন করে এই কারনে যে সে মুক্তি আদৌ পাচ্ছে কি না।L'imminenza della liberazione di Suu Kyi era stata però messa in dubbio subito dopo la circolazione della notizia attesa da anni quando, il venerdì successivo, l'Alta Corte birmana aveva respinto l'ultimo appello contro gli arresti domiciliari. Una mossa che aveva generato ansia sull'effettivo rilascio.
15ইতিমধ্যে, আং সান সু কির ছেলে কিম আরিস মায়ানমার গমনের জন্য তার ভিসার অনুমোদন পেয়েছে।Nel frattempo, Kim Aris, il figlio di Aung San Suu Kyi faceva sapere di aver ottenuto il visto [bur] per visitare Myanmar.
16অবশেষ এখন সু কি মুক্ত হলো, মুক্ত তথ্য মাধ্যম দ্যা ইরাওয়াতি এর পাঠকদের কাছে সু কির নিকট প্রস্তাবনা ও অন্যান্য বিষয় উপস্থাপন করার আহ্বান জানিয়েছে।Ora che finalmente Suu Kyi è libera, il sito di informazione indipendente The Irrawaddy esorta i suoi lettori a inviarle suggerimenti e idee.
17একজন নোবেল বিজয়ী সুকি গুহবন্দীত্ব হতে মুক্ত হবার পর সারা বিশ্ব আনন্দ উৎযাপন করেছে।Il mondo sta partecipando con gioia alla liberazione di Aung San Suu Kyi.
18টুইটারের ব্যবহারকারীরা #অংসানসুকি এই হ্যাশ ট্যাগ ব্যবহার করেছে সুকির মুক্তি উৎসব পালনের জন্য বিশ্বব্যাপী আলাপচারিতায়।In particolare, gli utenti di Twitter stanno usando l'hashtag #aungsansuukyi per partecipare alla conversazione globale attraverso la quale in queste ore si sta festeggiando la libertà dell'icona della democrazia birmana.