Sentence alignment for gv-ben-20100521-10875.xml (html) - gv-ita-20100611-20595.xml (html)

#benita
1দক্ষিণ আফ্রিকা: ২০১০ ফিফা ফুটবল বিশ্বকাপে ৩২ টি দল এবং ৪০,০০০ পতিতা?Sudafrica: 32 squadre e 40.000 prostitute per i campionati mondiali??
2যদি আপনি ২০১০ ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা যান, তা হলে সারা বিশ্ব থেকে সেখানে আগত ৪০,০০০ পতিতার কোন একজনের সাথে সাক্ষাৎ ঘটার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যদি আপনি গুজবে বিশ্বাস করে থাকেন, তা হলে জেনে রাখুন, আশা করা হচ্ছে বিশ্বকাপ চলাকালীন সময় এই পরিমাণ পতিতা সেথায় ভীড় জমাবে!Se volete recarvi in Sud Africa per i Campionati Mondiali di Calcio della FIFA [en, come tutti gli altri link, tranne ove diversamente indicato], probabilmente dovrete prepararvi ad incontrare 40.000 prostitute che pare arriveranno per l'occasione da tutto il mondo….almeno stando a certe voci in circolazione!
3দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের রাস্তার চিত্রকল্প, ছবি ফ্লিকার থেকে ক্যান্ডিস্কির তোলা (২০০৫)Artista di Strada, Sud Africa. Foto di candinski su Flickr (2005), con licenza Creative Commons
4ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার ওয়েবসাইটে এই বিষয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়, সেটা পড়ুন:In un articolo apparso sul sito dell'Hindustan Times si legge:
5বিশ্বাস করুন আর নাই করুন, সারা বিশ্ব থেকে অন্তত ৪০,০০০ যৌনকর্মী এই আশায় দক্ষিণ আফ্রিকার পথে রওনা দিচ্ছে যে, বিশ্বকাপের সময় ফুটবল ভক্তদের কাছ থেকে তারা কিছু সৌভাগ্য (অর্থকড়ি) লাভ করবে। সামনের মাসেই ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে।Siete liberi di non crederci, ma gli esperti dicono che almeno 40.000 prostitute stanno confluendo in Sud Africa da ogni parte del mondo, nella speranza di arricchirsi a spese dei tifosi di calcio durante la Coppa del Mondo che avrà inizio domani.
6এই প্রবন্ধ এই ধারণা দিচ্ছে। নিহান্ড রেডিওর সাভিয়াস কিউইনিকা বিশ্বকাপ শুরু হবার সময় এগিয়ে আসার সাথে সাথে জিম্বাবুয়ের যৌনকর্মীদের সম্বন্ধে লিখেছে যারা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাচ্ছে:Anche Savious Kwinika di Nehand Radio scrive di come le professioniste del sesso dello Zimbabwe si stiano trasferendo in Sud Africa con l'approssimarsi della Coppa del Mondo:
7২০১০ বিশ্বকাপ প্রতিযোগিতা যত এগিয়ে আসছে জিম্বাবুয়ের যৌনকর্মীর ততই আরো সুন্দর ভবিষ্যৎ-এর আশায় চিরতরে জিম্বাবুয়ে ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাচ্ছে। এই বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং সারা বিশ্বের চার্চ গ্রুপ নারী পাচার ও পতিতাবৃত্তি কি পরিমাণ বাড়ছে তা পরিমাপ করার আহ্বান জানিয়েছে।Le mercenarie del sesso dello Zimbabwe stanno trascurando i propri pascoli per i terreni più fertili del Sud Africa con l'avvicinarsi della Coppa del Mondo 2010, spingendo le associazioni per i diritti umani e i gruppi religiosi di tutto il mondo a chiedere con insistenza delle misure per frenare il traffico di esseri umani e la prostituzione.
8কিন্তু বিশ্বকাপে সারা বিশ্ব থেকে ৫০০,০০০ বিদেশী ফুটবল ভক্তের আগমনে মোটা অঙ্কের অর্থ উপার্জনের হাতছানি ইতোমধ্যে অনেক দরিদ্র যৌনকর্মীকে সেখানে যাবার জন্য প্রলুব্ধ করছে।Ma la promessa economica determinata dall'arrivo di circa 500.000 tifosi stranieri della Coppa del Mondo sta già attirando tali professioniste impoverite.
9এই পোস্টের কোন এক জায়গায় যাদুকরী সংখ্যাটি দৃশ্যমান:Poi, da qualche parte nell'articolo, compare il numero magico :
10ফুটবল বিশ্বকাপের আসরে যৌনতা নিয়ে ব্যবসা নতুন কিছু নয়।L'evento non è estraneo al mercato del sesso.
11২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ জার্মানীতে অনুষ্ঠিত হয় যেখানে পতিতালয় এবং পতিতাবৃত্তি আইনত বৈধ, সেখানে এক হিসেবে দেখা গেছে বিশ্বকাপের সময় বাড়তি ৪০,০০০ যৌনকর্মীর উপস্থিতি ঘটেছিল- তার সাথে ডানপন্থী দলগুলো এই ঘটনার প্রচুর সমালোচনা করেছিল।I campionati del 2006 in Germania, Paese in cui bordelli e prostituzione sono legalizzati, portò un incremento di circa 40.000 prostitute - oltre a molte critiche da parte dei gruppi a difesa dei diritti umani.
12দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্তৃপক্ষও হিসেব করে দেখেছেন যে ২০১০ বিশ্বকাপ চলাকালীন সময়ে জোহানেসবার্গে প্রায় ৪০,০০০ যৌনকর্মীর আগমন ঘটবে।La Central Drug Authority (CDA) sudafricana ha stimato che anche per i Mondiali del 2010 ne arriveranno altrettante a Johannesburg, pur non fornendo spiegazioni su come abbia ottenuto questa cifra precisa.
13যদিও প্রতিষ্ঠানটি কেন এত বিশাল পরিমাণ যৌনকর্মীর আগমন ঘটবে, তার কোন কারণ জানায়নি। একই ধরনের আরেকটি প্রবন্ধে (এখানেও একটি যাদুকরী সংখ্যা রয়েছে- এক বিলিয়ন {১০০ কোটি} কনডম!) বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপ: এক বিলিয়ন কনডম এবং ৪০,০০০ যৌনকর্মী:Un altro articolo simile (con un altro numero magico - un miliardo di preservativi!) ha per titolo: Coppa del Mondo in Sud Africa: un miliardo di preservativi e 40.000 professioniste del sesso:
14যৌক্তিকভাবে বলা যায়, যৌন বাণিজ্যের ক্ষেত্রে ফুটবল বিশ্বকাপ অনেকটা ছুটির দিনে চকলেটের (ক্যান্ডি) দোকানে যাবার মত ঘটনা।Sembra proprio che i campionati mondiali di calcio stiano all'industria del sesso come la stagione delle vacanze sta ai negozi di dolci.
15সামগ্রিক এক উৎসবমুখর পরিবেশে উত্তেজিত জনতার অনুভূতির ক্ষণস্থায়ী উচ্ছাস, যে বাড়তি তৃপ্তির জন্য তারা খানিকটা অতিরিক্ত অর্থ প্রদান করতে রাজি।Il temporaneo aumento di persone sovreccitate da un sentimento collettivo di festa, disposte a pagare per una fetta d'indulgenza in più.
16দক্ষিণ আফ্রিকার মাদক অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মকর্তারা হিসেব করে দেখেছেন যে এই অনুষ্ঠান উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় ৪০,০০০ যৌনকর্মীর আগমন ঘটবে, অনেক দুরের দেশ যেমন রাশিয়া থেকে, এছাড়া কঙ্গো এবং নাইজেরিয়া থেকে যৌনকর্মীর আগমন ঘটবে, যারা ৪০০,০০০ ব্যক্তির জন্য নানাবিধ বৈচিত্র্যময় মনোরঞ্জনের ব্যবস্থা করবে, যাদের বেশিরভাগই পুরুষ।
17তারা এখানে আগত অতিথি এবং ফুটবল বিনোদনের বাইরের তাদের চাহিদা পূরণ করবে। ব্রেট ডেভিডসন একজন ব্লগার এবং স্বাধীন প্রচার মাধ্যম উপদেষ্টা।La Central Drug Authority sudafricana prevede che 40.000 professioniste del sesso arriveranno alla spicciolata da Paesi lontani come Russia, Congo e Nigeria per soddisfare i circa 400.000 visitatori, per lo più uomini, e le loro necessità post-calcistiche.
18তিনি কল্পনাকে বাস্তবতা থেকে আলাদা করেছেন।Brett Davidson, blogger e consulente per testate indipendenti, separa i fatti dalla finzione.
19দৃশ্যত এই সংখ্যা (৪০,০০০ পতিতা) পুরোপুরি বানানো।Pare che quel numero (40.000 prostitute) sia una totale invenzione.
20এটা একটা মিথ্যা।Una bufala:
21আমাদের প্রচার মাধ্যমে বার বার এই সংখ্যার পুনরাবৃত্তিতে আমি বিভ্রান্ত এবং উদ্বিগ্ন, এ কারণে যে, বিশ্বকাপের সময় ৪০,০০০ পতিতাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হচ্ছে ।Sono rimasto sorpreso e anche infastidito dal continuo ripetere sui nostri mass media la notizia secondo cui 40.000 ‘prostitute' sarebbero state fatte entrare illegalmente in Sud Africa in vista della Coppa del Mondo.
22এই সংখ্যাটিকে বার বার উচ্চারণ করা হচ্ছে (এবং তৎক্ষণাৎ বলা যায়, মানব বা নারী পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি ভিডিও-তে দক্ষিণ আফ্রিকার বেশ কিছু টিভি তারকাকে উপস্থাপন করা হয়, যেখানে সংখ্যাটি আরো বেড়ে ১০০. ০০০ জনে দাঁড়ায়)।È una cifra ripetuta di continuo (e in un'occasione, un video che denuncia il traffico di esseri umani girato da svariati attori sudafricani di fiction, viene addirittura gonfiata fino a 100.000).
23এটা আসলে পুরোপুরি একটা বানানো সংখ্যা, যার কোন বাস্তব ভিত্তি নেই। এটিকে প্রমাণ করার জন্য কোন উপাত্ত নেই।E ciò nonostante il fatto che si tratti di un'invenzione, senza alcun fondamento nei fatti e nessuna evidenza che possa sostenere questa tesi.
24ব্রেট বলছেন, এই বাড়িয়ে তোলা সংখ্যা জার্মানীতে অনুষ্ঠিত গত বিশ্বকাপের সংখ্যাকে পিছে ফেলে যাচ্ছে।Brett sostiene che anche per gli ultimi campionati in Germania, giravano qua e là parecchie cifre inventate:
25জার্মানীতে অনুষ্ঠিত বিশ্বকাপে ঠিক এই একই পরিমাণ পতিতার উপস্থিতি দাবি করা হয়েছে- কিন্তু বিশ্বকাপের পরে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এর তদন্তে (এর নথি ৫০০৬/১/০৭ এবং ৫০০৮/৭) আবিষ্কার হয়েছে, বড় আকারে কেবল নারী পাচারের ৫টি ঘটনা ঘটেছে- হ্যাঁ, মাত্র ৫টি ঘটনা।Le stesse notizie vennero diffuse in occasione dell'ultima edizione della Coppa del Mondo, in Germania - ma in seguito, un'inchiesta del Consiglio dell'Unione Europea (documenti 5006/1/07 e 5008/7) rivelò un totale complessivo di 5 casi di traffico di esseri umani - proprio così, solamente 5.
26আমরা বলছি, এই বানানো সংখ্যা প্রতি বছর দ্বিগুণ হয়ে যায়।Questi numeri inventati sembrano raddoppiarsi a distanza di qualche anno, ci viene detto:
27একটি অনলাইন প্রকাশনা স্পাইকড এর ফ্রেরুয়ারি ২০০৭ - সংখ্যায় এই ঘটনার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়।La testata online Spiked ha attirato l'attenzione proprio su tale questione nel febbraio 2007.
28স্পাইকড তার এই সংখ্যায়, প্রচারিত হতে থাকা এইসব অর্থহীন প্রবন্ধের আবার উপর নজর দিয়েছে।E questa settimana, Spiked dà di nuovo un'occhiata a questo continuo flusso di storie senza senso.
29আগ্রহভরে লেখক ব্রেন্ডন ও নীল খেয়াল করছেন, কি ভাবে এই সব কাল্পনিক সংখ্যা প্রতি বছর আকারে দ্বিগুণ বেড়ে যায়। এর শুরু হয়েছে অষ্ট্রেলিয়া অনুষ্ঠিত অলিম্পিকের আসর থেকে, সেখানে এর হিসেব বের করা হয় যে ১০,০০০ যৌন দাসীর উপস্থিতি ছিল সেখানে।L'autore, Brendan O'Neill, guarda affascinato come certe cifre inventate vadano raddoppiando nel corso degli anni - si è cominciato con 10.000 schiave del sesso per le Olimpiadi australiane, poi 20.000 ad Atene nel 2004, 40.000 in Germania nel 2006 e così via fino al Sud Africa (qualcuno dice 80.000?
30২০০৪-সালে এথেন্স অলিম্পিকে এই সংখ্যা হয় ২০.Chi offre di più?).
31০০০ হাজার, ২০০৬-সালে জার্মানীতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে এর পরিমাণ ৪০,০০০ জনে এসে দাঁড়ায়, এবং এখন দক্ষিণ আফ্রিকায় এ পর্যায়ে (৮০,০০০ জনে) এসে ঠেকেছে (কার ভাষ্যমতে?)।
32কিন্তু দাঁড়ান…. এইসব সংখ্যা কোথা থেকে আসছে?Un momento, però… da dove scaturiscono queste cifre?:
33এই সংখ্যা কোথা থেকে আসছে?Allora, da dove arrivano certi numeri?
34চলুন দেখি, সিডিএর উপ পরিচালক ডেভিড বেইএভার ঠিক কি বলছেন।Beh, diamo un'occhiata a ciò che David Bayever, vicepresidente della CDA, sembra aver detto di preciso.
35আইওএল এর সংবাদ অনুসারে, বেইএভার এই সংখ্যার ব্যাপারে কোন প্রমাণ দাখিল করতে পারেননি এবং এটি নির্দেশ করে যে তিনি অপ্রমাণিত দ্বিতীয় কোন মাধ্যম থেকে পাওয়া তথ্য সরবরাহ করেছেন।Secondo quanto riportato da IOL, Bayever non fornisce alcuna prova per questa cifra e suggerisce che stia divulgando informazioni campate per aria e di seconda mano.
36তিনি বলেছেন যে, ডারবান পৌরসভা সিডিএ-কে বিশাল সংখ্যায় পতিতার আগমনের বিষয়ে সতর্ক করে দিয়েছে: তিনি বলেন, “কেউ একজন তথ্য প্রদান করেছে যে, এটা ডারবান পৌরসভার সংখ্যা, তারা এই তথ্য আবিষ্কার করেছে” কাজেই- এটা সিডিএ নয়, যারা এই সংখ্যা প্রদান করেছে, এমনকি এটা ডারবান পৌরসভার নিজস্ব সংখ্যা নয়।Sostiene inoltre che la CDA sia stata allertata dal comune di Durban sulla possibilità di un'affluenza enorme: “Qualcuno ha informato il comune di Durban,” sostiene, “C'era gente che lo diceva in giro.” Quindi - non è la CDA ad aver calcolato queste cifre e neppure il comune di Durban.
37এটা এমন এক সংখ্যা, যা কেউ একজন বের করেছে, তারপর তাকে সবার সামনে উপস্থাপন করেছে।È semplicemente qualcosa di cui qualcuno ha sentito parlare e riferito a qualcun'altro.
38কিন্তু বেইএভার এখন ৪০,০০০ জনের যে সংখ্যার কথা হঠাৎ উল্লেখ করছেন পরবর্তী সংবাদের ক্ষেত্রে সিডিএ কর্তৃপক্ষকে এই সংখ্যার উৎস বলে উল্লেখ করে উদ্ধৃত করা হচ্ছে।Ma ora che Bareyev ha menzionato le 40.000 prostitute, nei documenti successivi, improvvisamente, è l'autorità della CDA che viene citata come fonte di queste cifre.
39এমনকি আরো কৌতূহলজনক বিষয়, এই গুজব ধারণা দেয় যে, পূর্ব ইউরোপ থেকে এই সমস্ত মেয়েদের আমদানি করা হবে।Ancora più interessante, le voci ipotizzano che queste donne potrebbero essere importate dall'Europa dell'Est.
40এখন যে কোন সাংবাদিক বা পাঠক যাদের মস্তিষ্কে অর্ধেক পরিমাণ ঘিলু রয়েছে, তারা উপলব্ধি করতে পারবে এটা একটা অর্থহীন সংবাদ।Ora però qualsiasi giornalista o lettore che abbia un pizzico di cervello può capire che tutto ciò non ha senso.
41হিলব্রোর রাস্তায় দেহ দানের মূল্য হিসেব করলে, কি ভাবে অন্য জায়গা থেকে এদের নিয়ে আসা পাচারকারীরা বা আমদানিকারকেরা এখান থেকে লাভ করবে, বিশেষ করে পূর্ব ইউরোপে থেকে খুঁজে আনা হাজার নারীদের জন্য বিশাল ব্যায়, তা কি এই মূল্য থেকে মিটবে?Visti i prezzi del sesso praticato sulle strade di Hillbrow, come è possibile che un trafficante possa arricchirsi, dopo aver sborsato somme ingenti per portare nel Paese clandestinamente migliaia di donne provenienti dall'Europa orientale?
42তার উপসংহার:Le sue conclusioni:
43এই তথ্য আমাদের উপর এক বিশাল চাপ তৈরি করে, যাদের সঠিক এবং কঠোর মান সম্পন্ন গবেষণার অধিকার রয়েছে, এ ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে আমার বক্তব্য পরিষ্কার এবং কার্যকর। কাজেই জন নীতিকে অস্পষ্ট ভুল তথ্য দিয়ে বিশৃঙ্খল করা উচিত নয়।È un dovere gravoso per quelli di noi che hanno accesso a ricerche accurate e rigorose, assicurarci che il messaggio venga trasmesso in modo chiaro ed efficace, così che le scelte politiche non vengano distorte da da evidente disinformazione.
44যৌনকর্মীদের ক্ষেত্রে, নারী পাচারের মত অবাস্তব উন্মাদনা, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে বাস্তব বিষয় থেকে অনেককে দুরে সরিয়ে দেবে- কর্তৃপক্ষের দক্ষিণ আফ্রিকার যৌনকর্মী মানবাধিকার, স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন এবং আমাদের প্রতিবেশি দেশগুলোতে, তাদের শ্রদ্ধার সাথে দেখা হয় এবং নিরাপত্তা প্রদান করা হয়।Nel caso del mercato del sesso, l'isterismo infondato intorno al traffico di esseri umani sta distogliendo l'attenzione dal vero problema - la necessità di assicurare che i diritti umani, la salute e la sicurezza delle lavoratrici del sesso in Sud Africa, e invero in tutti i Paesi limitrofi, vengano rispettati e tutelati.
45চান্দ্রে গোউল্ড তার প্রবন্ধে একই বিষয়টির অবতারণা করেছে যা আফ্রিকা.Chandré Gould affronta lo stesso problema in un articolo pubblicato su TheAfrica.
46অর্গে প্রকাশিত হয়েছে, মানব পাচার এবং বিশ্বকাপ: এটা আসলে কত বড় হুমকি? এই শিরোনামে:Org dal titolo Human Trafficking and the World Cup: How big is the threat?:
47২০০৬ ফুটবল বিশ্বকাপের আগে জার্মানীতে একই ধরনের ভীতি বিরাজ করছিল যে, এই অনুষ্ঠানের সময় নারী পাচারের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যাবে এবং সমর্থকদের চাহিদার কারণে টাকার বিনিময়ে মিলনের ঘটনাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।Prima dei campionati del 2006 in Germania c'erano simili timori che il traffico di esseri umani sarebbe cresciuto in modo massiccio in occasione dell'evento, stimolato dalla richiesta, da parte dei tifosi, di praticare sesso a pagamento.
48২০০৪-এ এথেন্সে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের সময় একই ভাবনা বাড়তে থাকে, যেমনটা আমরা দক্ষিণ আফ্রিকায় দেখতে পাচ্ছি।Le stesse preoccupazioni emersero prima dei giochi Olimpici del 2004 ad Atene.
49জার্মানীতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সময় প্রচার মাধ্যমের তথ্যে দাবি করা হয়েছিল সেখানে পতিতার সংখ্যা বেড়ে ৪০,০০০ জনে পরিণত হয়েছিল, যাদের একটা বড় অংশ বিশ্বের বিভিন্ন এলাকা থেকে এসেছিল(পাচার হয়ে)।Infatti, proprio come avenuto in Sud Africa, la stampa tedesca nel 2006 disse che ci sarebbe stato un incremento di 40.000 prostitute, di cui una larga parte sarebbe stata introdotta nel Paese illegalmente.
50হ্যাঁ, ২০০৬-এর বিশ্বকাপ ফুটবলের কিছুদিন পরই আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইএমও) এক তদন্তে আবিষ্কার হয় যে বিশ্বকাপের সময় নারী পাচার বা পতিতা আগমনের ঘটনার কোন বৃদ্ধি ঘটেনি এবং ৪০,০০০ যৌনকর্মীর তথ্য অসত্য এবং অবাস্তব।Tuttavia, un'indagine dell'International Organization for Migration (IOM) poco dopo l'evento del 2006, scoprì che non ci fu un incremento del traffico durante la Coppa del Mondo e la stima delle 40.000 prostitute era “infondata” e “poco realistica”.
51বাস্তবিক পক্ষে এই সংবাদ (সেপ্টেম্বর-২০০৬-এ) যুক্ত করা হয় যে, পাচারের সঙ্গে যুক্ত রয়েছে এমন কোন বিশ্বাসযোগ্য তথ্য নেই [যৌন নিপীড়নের ক্ষেত্রে] এবং বড় এই অনুষ্ঠানে তা ঘটেনি।Infatti la relazione (del settembre 2006) conclude che non esistono dati certi e credibili che colleghino il traffico [finalizzato allo sfruttamento sessuale] e certi eventi importanti.
52অলিম্পিক ক্রীড়ার সময়, না আইওএম, না গ্রীক পুলিশ যৌন নিপীড়নের জন্য নারী পাচারের মত কোন অপরাধের ঘটনা খুঁজে পায়নি।Analogamente, né l'IOM né la polizia greca rilevarono casi di traffico per lo sfruttamento sessuale durante le olimpiadi.
53বাস্তবতা হচ্ছে ২০০৪ সালে আইএমও পাচারের শিকার যে চারজন নারীকে খুঁজে পায়, তা অলিম্পিক ক্রীড়া চলার সময় ঘটেনি।In realtà i quattro episodi di vittime a cui l'IOM ha fornito assistenza in Grecia nel 2004 non sono avvenuti durante l'evento sportivo.
54অতীতের এই সমস্ত ক্রীড়া অনুষ্ঠানে কেন নারী পাচার/পতিতাবৃত্তির সংখ্যা বৃদ্ধি পায়নি, তার নানা ধরনের কারণ রয়েছে:Esistono motivazioni precise per cui il traffico di esseri umani/prostituzione non è aumentato in occasione dei precedenti eventi sportivi:
55জার্মানীতে অনুষ্ঠিত মাসব্যাপী চলা ফুটবল বিশ্বকাপের সময় কেন নারী পাচারের (পতিতাদের আগমনের) ঘটনার বৃদ্ধি ঘটেনি, আইএমও তার তথ্যে এর বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছে।Il rapporto dell'IOM elenca diversi motivi per i quali non si è avuto l'incremento previsto nel traffico di esseri umani durante il mese dei campionati mondiali tedeschi.
56একদিকে বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যদিকে পুলিশ বিশেষজ্ঞ, যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তারা যুক্তি প্রদান করে যে, এ ক্ষেত্রে পরিমাণ মত সতকর্তা গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে ছিল এ বিষয়ে প্রচারণা এবং ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে আইন শৃঙ্খলার জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ হয়ত পাচারের ঘটনা প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।Da un lato le ONG e gli esperti della polizia che sono stati interpellati hanno sostenuto che le misure prese, inlcuse le campagne di sensibilizzazione e l'incremento delle forze dell'ordine dispiegate durante l'evento, potrebbero aver avuto un qualche peso nel prevenire il fenomeno.
57অন্যদিকে যতটা ধারণা করা হয়েছিল, যৌন সেবার চাহিদা ছিল তার চেয়ে অনেক কম। এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে যে, জার্মানীতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় বাস্তবতা ছিল সমর্থকরা সাধারণত বিশ্বকাপের সময় সপরিবারে উপস্থিত ছিল, যা পুরুষদের যৌন সেবা নেবার চাহিদার পরিমাণ কমিয়ে দেয়।Dall'altro lato, la richiesta di prestazioni sessuali si è rivelata più bassa di quanto ci si aspettasse e questo si spiega con il fatto che i tifosi di solito partecipano alla Coppa del Mondo con le famiglie, riducendo di fatto le opportunità per gli uomini di andare a cercare sesso a pagamento.
58এর বাইরে বেশিরভাগ সমর্থকই সীমিত টাকা নিয়ে ভ্রমণ করছিল, পতিতালয়ে গিয়ে তাদের সাথে মিলিত হবার মত অতিরিক্ত টাকা সমর্থকদের ছিল না।Inoltre, molti tifosi viaggiavano con fondi limitati e quindi senza denaro extra da spendere per questo tipo di servizio.
59এ ছাড়াও যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যে, পাচারকারীরা হয়ত উপলব্ধি করেছে বিশ্বকাপের মত এক স্বল্প সময়ের অনুষ্ঠানে, ভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে এখানে যে ব্যবসা করা হবে, সেক্ষেত্রে তাদের বিনিয়োগের টাকা উঠে আসবে না।È stato anche sostenuto che a causa della breve durata dei campionati, ci sarebbero state scarse opportunità per i trafficanti di rientrare degli eventuali investimenti, visti i costi sostenuti per portare le vittime oltre il confine e poi tenerle recluse.
60সীমান্ত পার করে নারীকে নিয়ে আসার জন্য এবং তাদেরকে মুঠোর মধ্যে রাখার জন্য যে অর্থ প্রদান করা হয় বিশ্বকাপের আসরে তা উঠে আসে না।
61এক বিলিয়ন (১০০ কোটি) কনডম কিসের জন্য?E come la mettiamo con il miliardo di preservativi?
62ব্লগাররা এখনো এই বিষয় নিয়ে আলোচনা করেনি।I blogger non ne hanno ancora parlato.