Sentence alignment for gv-ben-20100717-11755.xml (html) - gv-ita-20100714-21956.xml (html)

#benita
1ইউরোপ: বহুভাষী ভিডিও প্রতিযোগিতাEuropa: concorso video itinerante sul multilinguismo
2বহুভাষী লোগোIl logo di Polyglot
3আপনি যদি ইউরোপে বসবাস করেন এবং আপনার বয়স যদি ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে এবং একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনি একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও পাঠাতে পারেন একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতায়। আপনিও জয় করতে পারেন একটি বহুদেশীয় চলচ্চিত্র তৈরীর ইউনিটে আপনার যায়গা যেটি ফিনল্যান্ডের দ্বীপ টুর্কুতে কাজ করবে।Se vivi in Europa, hai tra i 18 e i 35 anni e sai parlare più di una lingua, allora puoi presentare un cortometraggio sul multilinguismo in questo concorso di video online, con in palio un posto a bordo di un evento di produzione cinematografica itinerante che si terrà nell'arcipelago di Turku, Finlandia.
4১৮ জন সেরা প্রতিযোগী ‘বহুভাষীরা - টুর্কুর পথে' নামক চলচ্চিত্রের ইউনিটে যোগ দেবে যার সাথে থাকবে একটি ‘সিনে -জাহাজে' ২ সপ্তাহব্যাপী একটি চলচ্চিত্র তৈরি সংক্রান্ত কোর্সে অংশগ্রহনের সুযোগ। এসবই অনুষ্ঠিত হবে ২০১১ সালের জুন মাসে ফিনল্যান্ডের টুর্কু আর আলান্ড দ্বীপে।Diciotto vincitori avranno l'opportunità di partecipare a POLYGLOT - on the way to Turku [en, come tutti gli altri link], un workshop di 2 settimane, tutto spesato, di produzione cinematografica itinerante “Cine-Boat” che si terrà a giugno 2011 a Turku e nelle isole Åland, in Finlandia.
5এই প্রতিযোগিতার আয়োজন করেছের নিসি মাসা এবং প্রতিযোগীতার ওয়েবসাইটে তারা ব্যাখ্যা করেছে কোন দুই ধরণের ভিডিও তারা আশা করছে যা আগামী ১৫ই ডিসেম্বর ২০১০ এর মধ্যে জমা দিতে হবে:Questa attività è organizzata da NISI MASA, e il relativo sito illustra i due tipi di video in concorso, che vanno inviati entro il 15 dicembre 2010:
6ভিডিও পোট্রেট (আমার বহুভাষী জীবন সম্পর্কে ডকুমেন্টারি) - আপনি কি ভিন্ন ভাষা বলেন নিয়মিত?Video Ritratti: Documentari su Il mio multilinguismo - Parli abitualmente diverse lingue?
7আপনার বহুভাষী পরিবেশকে বর্ণনা করুন আর জানান কিভাবে এটি আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করছে।Descrivi l'ambiente linguistico in cui vivi, e come ti influenza a livello personale.
8ভিডিও কবিতা (আমি যে ভাষায় স্বপ্ন দেখি তা নিয়ে একটি নাট্য) - এই অডিওভিজুয়াল মাধ্যম ব্যবহার করে আপনার শৈল্পিক সম্ভাবনাকে প্রস্ফুটিত করুন।Video Poesie: Storie di fantasia su La lingua in cui sogno - Utilizza il mezzo audiovisivo nel suo pieno potenziale artistico.
9আপনার ভাষা নিয়ে মৌলিক এবং নতুন ধারণাকে ব্যক্ত করুন।Condividi con noi le tue idee più originali e creative sulla lingua.
10প্রতিযোগীদের অবশ্যই ইউরোপে বসবাসরত নাগরিক হতে হবে (ইউরোপিয়ান ইউনিয়নের ভেতর বা বাইরে) এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।I partecipanti devo risiedere in una nazione europea (EU o non-EU) e avere tra i 18 e i 35 anni.
11ভিডিওর দৈর্ঘ হবে সর্বোচ্চ ৫ মিনিট এবং ১ জানুয়ারী ২০০৮ এর পরবর্তী প্রযোজনাগুলো গণ্য করা হবে।Verranno accettati video lunghi massimo 5 minuti e realizzati dopo il primo gennaio 2008.
12বিজয়ী ভিডিওগুলোকে টুর্কু শহরে দেখানো হবে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে একে অভিষিক্ত করার উৎসবে।I video vincitori saranno mostrati durante il festival, in cui si celebra la città di Turku come Capitale europea della cultura.
13এর পরে এই স্বল্প দৈর্ঘ্য ভিডিওগুলোকে একটি ডিভিডিতে প্রকাশ করা হবে এবং ইউরোপের নান স্থানে দেখানো হবে।In seguito, i cortometraggi verranno riversati su DVD e proiettati in giro per l'Europa durante altri eventi.
14সব ভিডিও এই প্রতিযোগিতার ভিমিও গ্রুপে আপলোড করা হবে। এখন পর্যন্ত তিনটি ভিডিও আপলোড করা হয়েছে: বাবল অ্যাফেয়ার, এন্ডলেস ক্রাইএবং দ্যা হুইসেল, যা নীচে দেখা যাবে:Tutti i video inviati saranno caricati sull'apposito spazio di Vimeo, che per ora ne ospita tre: Bubble Affair, Endless Cry e The Whistle, riportato qui di seguito.