# | ben | ita |
---|
1 | ইয়েমেনঃ নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছে | Yemen: le donne yemenite bruciano i loro veli |
2 | এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | |
3 | ইয়েমেনে নারীর তাদের মুখের আচ্ছাদন অবগুণ্ঠন এবং মাথার কাপড় পুড়িয়ে ফেলেছে। ইয়েমেনের শাসকের নির্মমতা এবং তার চালানো হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে এক প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এই কাজটি করে। | Mercoledì 26 ottobre le donne yemenite hanno buciato i veli dei propri hijab [it] e niqab [it] come segno di protesta contro le brutalità e le violenze messe in atto dal regime, responsabile della morte di 25 persone, uccise in meno di 24 ore nelle città di Sana'a e Taif, e che ultimamente sta prendendo particolarmente di mira le donne. |
4 | শাসকের এবার এক রাতের মধ্যে সানা এবং তাইজে ২৫ জন নাগরিককে খুন করে, সম্প্রতি তারা নারীদের হামলার লক্ষ্যবস্তু করেছে। এই আন্দোলন নিয়ে কেউ কেউ ভুল বুঝতে পারে, তবে এই বিক্ষোভ কোনভাবে নারী অধিকার কিংবা ইসলামের পর্দা প্রথার বিরুদ্ধে নয়। | A differenza di quanto erroneamente inteso da alcuni, la protesta non è stata in alcun modo tesa a richiamare l'attenzione sui diritti delle donne o sul velo islamico, ma ha rappresentato piuttosto un grido d'aiuto espressamente riguardante il regime. |
5 | এটা বিশেষ করে শাসকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার কাছে এক সাহায্যের জন্য এক করুন আবেদন। | @SupportYemen ha commentato su Twitter [en, come gli altri link, eccetto ove diversamente indicato]: |
6 | @সার্পোটইয়েমেন টুইট করেছে : ইয়েমেনের নারীরা, শাসকের নির্মমতা এবং হামলার প্রতিবাদের তাদের অবগুণ্ঠন পুরিয়ে ফেলেছে। | le donne yemenite hanno bruciato i propri veli in segno di protesta contro le violenze e i crimini messi in atto dal regime, specialmente quando indirizzati contro le donne… fb.me/AdNY5LTS |
7 | দেশটির শাসক বিশেষ করে নারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে …… fb.me/AdNY5LTS নীচের ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে আইসেমেটিক। | Il video seguente, pubblicato su YouTube da EyesSemitic, mostra alcune donne, riunitesi per protestare nella sessantesima strada di Sana'a, mentre bruciano i propri veli [ar]: |
8 | এই ভিডিওটি প্রদর্শন করছে যে সানার ৬০ নাম্বার সড়কে নারীরা জড়ো হয়েছে এবং তারা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলছে: | Le donne yemenite hanno rilasciato una pesante dichiarazione, chiedendo alle tribù e alla comunità internazionale di mettere fine alle violenze perpetrate dal regime (video condiviso da ainnews1) [ar]: |
9 | ইয়েমেনের নারীরা, উপজাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বিবৃতি প্রদান করেছে এবং তাদের কাছে অনুনয় করছে যে তারা যেন শাসকের এই নির্মম হামলার পরিসমাপ্তি ঘটানোর জন্য কিছু করে। | @Dory_Eryani ha riportato su Twitter la parte centrale del loro messaggio, diffuso tramite un volantino: “bruciamo il nostro makrama [onore] davanti agli occhi di tutto il mondo per dare testimonianza dei terribili massacri di cui si sta macchiando il tiranno, Saleh” #Yemen #burningveils |
10 | (ভিডিও পোস্ট করেছে আইননিউজ১): @দোরি_ইরিয়ানি ইয়েমেনের নারীদের বার্তার মূল ভাবটি টুইট করেছে, যা এক প্রচারপত্রে বিতরণ করা হয়: | Secondo le tradizioni tribali il gesto di bruciare il proprio velo starebbe ad indicare una richiesta di aiuto da parte della donna. |
11 | “স্বৈরাচারী সালেহ যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রত্যক্ষদর্শী হবার কারণে আমরা বিশ্বের সমানে আমাদের অবগুণ্ঠন [ মাকারামা, সম্মানের প্রতীক] পুড়িয়ে ফেলছি।” | |
12 | #ইয়েমেন#বার্নিংভেল | Lo Yemen è una società tribale. |
13 | উপজাতি ঐতিহ্য অনুসারে নারীদের অবগুণ্ঠন পোড়ানোর অর্থ হচ্ছে সাহায্যের জন্য আবেদন। | |
14 | ইয়েমেন হচ্ছে এক উপজাতি সমাজ এবং ইয়েমেনের সমাজে এবং ইসলাম ধর্মে নারীকে হত্যা করা এক কলঙ্কজনক বিষয়। | L'uccisione di una donna è considerata un gesto spregevole non solo nella tradizione culturale yemenita ma anche nella cultura islamica in generale. |
15 | যার ফলে দেশটির উপজাতি সমাজ এবং বিশ্বের কাছে ইয়েমেনের নারীদের এটা পরিষ্কার এবং জোরালো বার্তা, যেন তারা বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় তারা যেন হস্তক্ষেপ করে। | Per questo motivo, il gesto delle donne yemenite ha rappresentato un messaggio forte e chiaro diretto alle loro tribù e al mondo intero, a cui queste donne hanno chiesto di intervenire per fermare le uccisioni di manifestanti. |
16 | @সামেরনাসের: | @SummerNasser: |
17 | আজ বিক্ষোভের সময় নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছে। | durante la protesta le donne hanno dato fuoco ai loro veli. |
18 | অবগুণ্ঠন পুড়িয়ে ফেলার প্রতীকী অর্থ হচ্ছে তারা ইয়েমেনের উপজাতি সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। | Questo gesto simbolico indica una richiesta di aiuto rivolta alle proprie tribù. |
19 | #ইয়েমেন#ওয়াইএফ | #Yemen #yf |
20 | @জামজোমসিএনএন: | @JamjoomCNN: |
21 | নারীরা তাদের অবগুণ্ঠন পোড়াচ্ছে: উপজাতি সম্প্রদায়কে অবশ্যই বুঝতে হবে যদি তাদের নারীদের উপর হামলা চালানো হয় এবং এই ঘটনায় তারা যদি চুপ করে থাকে তাহলে তারা ইয়েমেনের নারীদের কাছ থেকে কোন শ্রদ্ধা লাভ করবে না। | le donne bruciano i loro veli. “Le tribù devono capire che non saranno rispettate dalle cittadine yemenite se continueranno a starsene con le mani in mano mentre le loro donne vengono…attaccate” #Yemen |
22 | #ইয়েমেন @মো_আলশারাফি টুইট করেছে, যদিও ইয়েমেনের নারীরা এক রক্ষনশীল সমাজে বাস করে, তারপরেও তারা বর্তমান বিপ্লবে সাহসিকতার এবং নেতৃত্বের এক উদাহরণ তৈরি করেছে, যা সকল ইয়েমেনী নাগরিককে গর্বিত করেছে: | Sebbene quella yemenita sia una società conservatrice, le donne yemenite hanno dimostrato grande coraggio e capacità di leadership durante l'attuale rivoluzione, cosa che ha riempito di orgoglio i cittadini dello Yemen, come dimostra il commento di @Mo_Alsharafi su Twitter: |
23 | ইয়েমেনের নারীরা আসলেই বীর। | le donne yemenite sono delle vere eroine! |
24 | #ইয়েমেনের নারী বিপ্লবীদের সকলকে ধন্যবাদ। | Grazie di tutto. |