# | ben | ita |
---|
1 | মায়ানমার: এক প্রাচীন প্যাগোডার ভেঙ্গে পড়া | Myanmar: morti e feriti per il crollo di un'antica pagoda in restauro |
2 | সম্প্রতি সংস্কার করার সময় মায়ানমারের এক প্রাচীন প্যাগোডা ভেঙ্গে পড়ে। | Un'antica pagoda è crollata mentre si trovava in fase di restauro, uccidendo almeno 5 persone e ferendo molti lavoratori e pellegrini. |
3 | এই দুর্ঘটনায় পাঁচজন লোক মারা গেছে এবং অনেক শ্রমিক ও তীর্থযাত্রী আহত হয়েছে। | |
4 | ডানোকে প্যাগোডার ভেঙ্গে পড়া অংশ (নিউ এরা জার্নাল থেকে) | La Pagoda Danoke crollata (dal New Era Journal) |
5 | ১৮০ ফুট উঁচু ডানোকে প্যাগোডা দালা শহরে অবস্থিত, যা ইয়াঙ্গুন বিভাগের ইয়াঙ্গুন নদীর তীরে তৈরি করা হয়েছিল। | La Pagoda Danoke, alta 180 piedi (55 metri), è situata nel comune di Dala, che si trova al di là del fiume Yangon, nella Divisione Yangon. |
6 | এই প্যাগোডা নার্গিস নামক ঝড়ের প্রথম ক্ষতিগ্রস্থ হয়, যার জন্যে এর সংস্কার করা হচ্ছিল। | L'edificio era rimasta inizialmente danneggiato durante il ciclone Nargis, ed era quindi in fase di restauro. |
7 | ২০০৯ সালের মে মাসের সাত তারিখে ডানাকে প্যাগোডায় আমব্রেলা হোস্টিং নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। | Proprio il 7 maggio 2009 si era svolta la “cerimonia dell'ombrello”, a cui aveva partecipato la moglie del leader militare, il generale anziano Than Shwe. |
8 | এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল থান শুয়ের স্ত্রী। | |
9 | নিউ এরা জার্নাল জানাচ্ছে: | Il New Era Journal [bir] ha riportato: |
10 | প্যাগোডার কাছে ডানোকে গ্রামে বাস করা এক বৃদ্ধ মহিলা বলছে, “বেলা প্রায় ২ টার সময় ঘটনাটি ঘটে। প্রথমে প্যাগোডার হিতি-তাও (অলংকার শোভিত চুড়া) ভেঙ্গে পড়ে, যদিও সে সময় জোরে কোন হাওয়া বইছিল না। | Un'anziana donna che vive nel villaggio Danoke, nei pressi della pagoda ha detto, “Tutto è successo intorno alle 2 del pomeriggio, prima è crollato il hti-taw (tettoia ornamentale della pagoda), ma ancora non soffiava un vento forte. |
11 | যারা সংস্কারের কাজ করছিল তারা এর চারপাশে বাধা কাঠামোর উপর দাড়িয়ে কাজ করছিল। | In quel momento, la squadra di restauro sull'impalcatura ha cercato di sistemare nuovamente il hti-taw crollato. |
12 | তারা ভেঙ্গে পড়া হিতি-তাও ঠিক করার চেষ্টা করছিল। | |
13 | প্রায় দশ মিনিট পর আমি একটা আওয়াজ বা গর্জন শুনলাম এবং প্যাগোডার পুরো অংশ ভেঙ্গে পড়লো, ধুলা উড়তে শুরু করলো এবং সবকিছু অন্ধকারে ঢেকে গেল। | Circa 10 minuti dopo, ho sentito un boato e l'intera parte superiore della pagoda è crollata, sollevando una nube polvere e tutto è diventato nero. |
14 | আমি ভাগ্যবান, কিন্তু আমার এক ছেলে সেখানে কাজ করছিল। সে মাথায় আঘাত পায় এবং অন্যটি ছেলেটির হাত ক্ষতবিক্ষত হয় এবং সে পিঠে ব্যাথা পায়। | Sono stata fortunata, ma uno dei miei figli che stava lavorando si è ferito alla testa, e un altro mio figlio ha un livido sulla spalla e la schiena dolorante.” |
15 | প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সে সময় সেখানে প্রায় ১০০ জন লোক ছিল। যার মধ্যে ছিল সংস্কার করা শ্রমিকের দল, শনি ও রোবাবারে যার প্যাগোডায় স্বেচ্ছা শ্রম দেয় তারা। | Dei testimoni hanno raccontato che c'erano circa 100 persone alla pagoda in quel momento, tra cui la squadra di restauro e i volontari che si presentano il sabato e la domenica. |
16 | নৌবাহিনীর কর্মকর্তারা সেদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল এবং তাদের মধ্যে অনেকে আহত হয়েছিল। | Tra loro c'erano ufficiali della Marina che stavano facendo volontariato alla pagoda, e anche molti di loro sono rimasti feriti. |
17 | একজন প্রত্যক্ষদর্শী নিউ এরা জার্নালকে জানায়: | Un testimone ha spiegato al New Era Journal: |
18 | প্যাগোডা সংস্কারের চুড়ান্ত পর্যায়ে ছিল। তাকে সোনার পাতা দিয়ে মুড়ে দেবার জন্য তৈরী করা হচ্ছিল। | “La Pagoda si trovava nella sua ultima fase, pronta ad essere ricoperta di foglie dorate, quindi c'erano molte persone sull'impalcatura. |
19 | কাজেই সেখান থেকে লাফ দেওয়া এবং পালানো কঠিন কাজ ছিল। | Perciò è stato difficile saltar giù e scappare. |
20 | পাথরের টুকরোর নীচে প্রায় পঞ্চাশজন লোক আটকে ছিল। | Ci sono ancora almeno 50 persone intrappolate sotto le macerie. |
21 | পঞ্চাশজন আহত ব্যাক্তিকে আহত হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। | Circa 50 feriti sono stati trasportati all'ospedale.” |
22 | ঘটনাস্থলে উপস্থিত একজন রেডক্রস কর্মী বলেন: | Un volontario della Croce Rossa che si trovava sulla scena, ha detto: |
23 | যতদুর জানা যায় পাঁচজন এই ঘটনায় মারা গেছে। | “Finora ci sono stati 5 morti. |
24 | তাদের মৃতদেহ ইতিমধ্যে বের করে আনা হয়েছে। | I corpi sono già stati portati via. |
25 | কিছু লোক তখনও চাপা পড়েছিল এবং আমরা তাদের বাঁচানোর চেষ্টা করি। | Ci sono ancora persone sepolte e stiamo cercando di salvarle.” |
26 | উপরের উদ্ধৃতিটি নিউ এরা জার্নাল থেকে অনুবাদ করেছেন লেখক নিজে। | Le citazioni riportate sopra, riprese dall'articolo del New Era Journal, sono state tradotte dall'autore. |
27 | মুল লেখাটি বার্মিজ ভাষায় লেখা হয়েছে। | L'articolo originale era scritto in lingua Birmana. |