# | ben | ita |
---|
1 | যুক্তরাষ্ট্রঃ অভিবাসন-বিরোধী আইনের উপর কঠোর সিদ্ধান্ত | Stati Uniti: decisione cruciale sulle norme anti-immigrazione in Arizona |
2 | যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট সম্প্রতি আরিজোনা যুক্তরাষ্ট্র মামলায়, সাংবিধানিক আইন এসবি ১০৭০ এর উপর প্রশ্ন সৃষ্টির মাধ্যমে তাদের আইন প্রণয়ন করেছেন। | La scorsa settimana, la Corte Suprema ha emesso la propria decisione sul caso ‘Arizona contro Stati Uniti', mettendo in discussione la costituzionalità della legge SB 1070. |
3 | সুপ্রিম কোর্ট ঐ আইনকে তিনটি ভাগ করেছেন, কিন্তু তা নিম্ন আদালতে সেকশন ২(বি) প্রদেশের ক্ষেত্রে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, যা কর্তৃপক্ষকে আরিজোনায় সন্দেহভাজন অবৈধভাবে বসবাসকারী লোকদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে। | La Corte Suprema ha abolito tre degli articoli di tale legge, ma ha posticipato la decisione in merito alla Sezione 2(B), che conferisce alle autorità il potere di arrestare le persone sospette di non possedere i documenti legali per vivere in Arizona. |
4 | সুপ্রিম কোর্টের সামনে এসবি ১০৭০ আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিল। | Manifestanti contro la legge SB 1070 si riuniscono di fronte alla Corte Suprema. |
5 | ফ্লিকারে মেক্সিকানস উইদাউট বর্ডারসের সৌজন্যে (সি সি বাই ২. | Foto di Mexicanos Sin Fronteras per Flickr (CC BY 2.0) |
6 | ০) যদিও এসবি ১০৭০ আইনের কিছু অংশ বাতিল হওয়ায় তা অভিবাসন-সমর্থিত কর্মীদের একটি বিজয় হিসেবে পরিলক্ষিত হয়েছে, তারপরও সেকশন ২(বি)তে বিপজ্জনক বিষয় রয়েছে, কারণ তা জাতিগত পরিচয় বহন করবে- যা নির্ভর করবে বাহ্যিক চেহারা ও কথা বলার উপর- এমনকি কেউ যদি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে জন্মায়ও। | Malgrado l'annullamento di certi articoli della legge SB 1070 rappresenti una parziale vittoria per gli attivisti pro-immigrazione, la Sezione 2(B) è quella che rappresenta un pericolo maggiore, dovuto al fatto che comporterà discriminazioni razziali basate sull'apparenza e il modo di parlare, anche in caso di individui nati negli Stati Uniti. |
7 | তাই, জাতিগত পরিচয় শেষ করার এই আইন কংগ্রেসে এসবি ১০৭০ আইনের সম্ভাব্য ফলাফল হিসেবে অভিবাসনের লক্ষ্যের জন্য প্রস্তাবিত। | Di conseguenza, si è proposto di discutere in una seduta plenaria del Congresso il progetto di legge “End Racial Profiling Act”, [en] al fine di mitigare i possibili effetti della legge SB 1070. |
8 | ব্লগ দুনিয়ায় এর দ্রুত প্রতিক্রিয়া হয়েছে। | Le reazioni non si sono certo fatte attendere nella blogosfera. |
9 | মেরিবেল হেস্টিংস ল্যাটিনোভেশনস ব্লগের জন্য লিখেছেন যে, তার মতে, এসবি ১০৭০ আইন আরিজোনায় জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবেঃ | Maribel Hastings scrive per il blog Latinovations [en] che, secondo lei, la legge SB 1070 avrà effetti controproducenti per la popolazione dell'Arizona: |
10 | কোর্ট পরোক্ষভাবে হিস্পানিক ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য করেছে…আইনটি অলিখিত অভিবাসনের বিরুদ্ধে যুদ্ধের নামে প্রণয়ণ করা হয়েছে, কিন্তু এর ভুক্তোভোগীরা বৈধভাবে বসবাসকারী, বা, এক অর্থে নাগরিক- দুই দলেরই মূল্যবান ভোটার যাদের টানার চেষ্টা করা হয়েছে। | La Corte ha la capacità di giustificare ufficialmente l'uso della profilazione razziale e della discriminazione contro gli ispanici e le altre minoranze… La legge è stata approvata al fine di combattere l'immigrazione illegale, ma le sue vittime possono essere residenti legali o, ironicamente, cittadini: quei preziosi elettori che entrambi i partiti [democratico e repubblicano] cercano di attrarre. |
11 | ইনমাইগ্রান্তেটিভি ব্লগ বিবৃতি দিয়েছে যে অভিবাসীরা কোর্টের আইনের ফলে সম্ভাব্য বৈষম্য নিয়ে শঙ্কিতঃ | Il blog InmigranteTV [es] afferma che gli immigrati temono una ondata discriminatoria a causa della sentenza della Corte: |
12 | ফোয়েনিক্সে একটি সংগঠন প্রমিস আরিজোনার ভাষায় এই অনুচ্ছেদটি [সেকশন ২(বি)] এলাকায় বাহ্যিক চেহারার ভিত্তিতে হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে জাতিগত পরিচয় সৃষ্টি করেছে…এ ব্যাপারে অনেক ঘটনাই প্রতিবেদিত হয়েছে কিভাবে পুলিশ এজেন্টরা মানুষদের তাদের চামড়া, কথা বলা, বা পোশাকের জন্য থামিয়েছে। এ কারণে, সেখানে আশঙ্কা আছে যে এসবি ১০৭০ আইনের মাধ্যমে হিস্পানিকরা আইন প্রণয়ন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। | Questo articolo [Sezione 2(B)] può generare discriminazione razziale contro gli immigrati ispanici legali o senza documenti per il loro aspetto fisico, segnala Promise Arizona, organizzazione con sede a Phoenix… Sono stati riportati molti casi in passato circa il modo di agire di agenti di polizia che avrebbero arrestato persone solo per la loro pelle, il loro modo di parlare, di vestirsi[;] per tale ragione, c'è un forte timore che gli ispanici siano bersaglio delle forze dell'ordine nella applicazione della SB 1070. |
13 | পিলি টোবার দেশের অভিবাসন ব্যবস্থা নিয়ে আমেরিকানদের “আসল অবস্থান” আমেরিকা'স ভয়েস ব্লগে ব্যাখ্যা করেন: | Pili Tobar spiega al blog America's Voice [en] la “reale posizione” degli statunitensi in merito al sistema nazionale di immigrazione: |
14 | আমেরিকানরা বিশ্বাস করে যে অভিবাসন ব্যবস্থা ভেঙে গেছে এবং জানে যে তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। | Gli americani credono che il sistema di immigrazione si sia deteriorato e sanno che sono necessarie delle azioni per risolvere la questione. |
15 | এবং কিছু ভোটার অন্যান্য বিষয় বিবেচনায় নেয়ার জন্য ওয়াশিংটনের বক্তব্যে অনিশ্চয়তায় ভুগছে। | E alcuni elettori sono talmente frustrati dalla situazione di stallo a Washington che desiderano considerare altre opzioni. |
16 | কিন্তু অভিবাসন পুনর্গঠনের প্রতি সমর্থন প্রদেশ-ভিত্তিক দমনমূলক আইনের সমর্থনের চেয়ে বেশি। | Ma in realtà il supporto ad una riforma immigratoria complessiva è più forte del supporto a leggi statali restrittive. |
17 | যেহেতু এটি মোড় ঘুরিয়ে দিয়েছে, তাই রাজনীতিবিদগণ সত্যিকার অভিবাসন ব্যবস্থা গ্রহণ ও প্রণয়নের মাধ্যমে ল্যাটিনো ও অন্যায় আমেরিকান উভয় ভোটারদেরই দৃষ্টি আকর্ষণ করতে পারেন। | Ne risulta che i politici possono fare appello sia agli elettori latini che agli altri americani semplicemente adottando ed attuando reali soluzioni per l'immigrazione. |
18 | টুইটারে, এসবি ১০৭০ আইনের কার্যকারিতা ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছেঃ | Su Twitter, molti mettono in dubbio l'efficacia e le possibili ripercussioni della legge SB 1070. |
19 | আলিয়া রাও (@aliarau) এসবি ১০৭০ আইনের জন্য আর্থিক খরচের পরিমাণ প্রকাশ করেছেনঃ | Alia Rau (@aliarau) rende pubblica la spesa che la legge SB 1070 rappresenta [en]: |
20 | @aliarau(আলিয়া রাও): আরিজোনা কর্মকর্তারা গত দুই বছরে #এসবি ১০৭০ এর জন্য প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে: http://www.azcentral.com/news/politics/ … via @azcentral | @aliarau: Le autorità dell'Arizona hanno speso circa 3 milioni di dollari difendendo [la legge] #SB1070 negli ultimi due anni: azcentral.com/news/politics/ … vía @azcentral |
21 | পরিশেষে, পুয়ের্তো রিকান কংগ্রেসম্যান লুইস ভি. | Infine, il congressista portoricano Luis V. |
22 | গুইতারেজ, এসবি ১০৭০ নিয়ে তার মূল্যায়ন ব্যক্ত করেছেনঃ | Gutiérrez (@LuisGutierrez) esprime il suo punto di vista riguardo la SB 1070 [en]: |
23 | @LuisGutierrez (লুইস গুইতারেজ) : এ সপ্তাহে আমরা একটি কঠিন বার্তার মাধ্যমে আনন্দ পেয়েছিঃ চামড়ার রঙ বা নামের মাধ্যমে কাউকে বিচার করা উচিত নয়, #SB1070 অ-আমেরিকান | @LuisGutierrez: Questa settimana ci siamo divertiti a trasmettere un messaggio serio: nessuno deve essere giudicato dal colore della sua pelle o dal nome, #SB1070 è anti-americana. |