# | ben | ita |
---|
1 | ইরান: নিউ ইয়র্কে আহমাদিনেজাদের বিরুদ্ধে সবুজ ক্রোধের বহি:প্রকাশ | Iran: il Movimento Verde protesta anche a New York |
2 | ইরান সরকার ও তার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদকারীরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ও বিক্ষোভ প্রতিবাদ বজায় রেখেছে, যখন তারা নিউ ইয়র্ক শহরে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। ২৩শে সেপ্টেম্বর, বুধবারে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন। | Parecchi dimostranti contro il governo iraniano e la violazione dei diritti umani [in] in Iran hanno mantenuto le promesse rinnovando le proteste [in] e manifestando [in] contro il presidente iraniano, Mahmoud Ahmadinejad [it], recatosi a New York City per tenere un intervento [in] all'Assemblea delle Nazioni Unite, mercoledì 23 settembre scorso. |
3 | বিশ্বের চারটি এলাকা থেকে প্রতিবাদকারীরা সেখানে এসে হাজির হয়, যার মধ্যে ছিল টরেন্টো, টোকিও ও তেহরান। | I dimostranti sono arrivati [in] da tutte le zone del mondo incluse Toronto, Tokyo e Teheran. |
4 | ইরানের সরকার বিরোধী আন্দোলনের লোকজনও ভালোভাবে (গ্রীন মুভমেন্ট) সে সময় উপস্থিত ছিল। | Il Movimento di opposizione iraniana (il Movimento Verde) era ben rappresentato [in]. |
5 | নিউ ইয়র্কর এই প্রতিবাদের অজস্র ভিডিও রয়েছে, যার কিছু অংশ ইউটিউবে তুলে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের প্রতিবাদের ধরন, এখানে তার কয়েকটি দেওয়া হল: | Ci sono numerosi video su YouTube che mostrano i manifestanti a New York. Eccone alcuni: |
6 | আমরা শক্তি অর্জন করেছি | Abbiamo noi il potere |
7 | আহমাদিনেজাদকে মিথ্যাবাদী বলা | Sbugiardare Ahmadinejad |
8 | আমরা সকলেই নেদা এবং একটি কণ্ঠস্বর | Siamo tutti Neda [it] con una sola Voce |
9 | রাজনৈতিক বন্দীদের মুক্ত কর | Libertà per i prigionieri politici |