Sentence alignment for gv-ben-20120728-29133.xml (html) - gv-ita-20120724-63544.xml (html)

#benita
1মেক্সিকো: পানি সংকট মোকাবেলায় পর্বতারোহণMessico: scalare le montagne per combattere la crisi idrica
2চ্যালেঞ্জটি হলো বিশ্বজুড়ে পানি ও স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের জন্যে নিরাপদ পানি নিশ্চিতকরণে অর্থ সংগ্রহ।Aumentare la consapevolezza sulla crisi idrica e igienico-sanitaria a livello globale e raccogliere i fondi necessari a garantire acqua potabile per tutti, rappresenta di sicuro una grande sfida.
3চ্যালেঞ্জ ২১-এর প্রতিষ্ঠাতা জেক নর্টন প্রতিটি মহাদেশের ৩টি সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে এটা করতে চেয়েছেন এবং তিনি কীভাবে এই কাজটি করছেন সেটা আমাদের দেখাচ্ছে পরের কয়েকটি ভিডিও।Jake Norton, fondatore di Challenge21, ha intenzione di raggiungere questo obiettivo arrampicandosi sulla cima delle tre vette più alte di ogni continente. Attraverso i due video che seguono, scopriamo in che modo sta portando avanti la sua impresa.
4সম্প্রতি তিনি উত্তর আমেরিকার ৩য় সর্বোচ্চ শিখর মেক্সিকোর পিকো দে ওরিযাবা'য় আরোহন করেছেন।Recentemente, si è arrampicato fino a raggiungere la cima della terza vetta più alta del Nord America, Pico de Orizaba (Messico).
5প্রথমবারের মতো এই আরোহণটি একটি ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে নথিবদ্ধ করে গ্যাডলিং ভ্রমণ ব্লগে পোস্ট করেছেন।Josh Wolff ha documentato la scalata, la sua prima in assoluto, attraverso un post e un video sul blog di viaggio Gadling [en, come gli altri link, eccetto ove diversamente indicato].
6আমার সাম্প্রতিক সবচেয়ে দু:সাহসিক কাজটি আমাকে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ (১৮,৫০০ ফুট) এবং মেক্সিকোর সর্বোচ্চ চূড়ায স্তরীভূত লাভার তৈরী আগ্নেয় পর্বত পিকো দে ওরিযাবার শিখরে চড়ার চেষ্টা করার জন্যে মেক্সিকোর পুয়েব্লা এবং ভেরাক্রুজ প্রদেশের সীমান্তে নিয়ে এসেছে।La mia ultima avventura mi ha portato in Messico, al confine degli Stati Puebla e Veracruz, per provare a scalare lo stratovulcano Pico de Orizaba [it], che rappresenta la terza vetta più alta del Nord America (5610 m), nonché la vetta più alta del Messico.
7এটা কোন সাধারণ পর্বতারোহণ নয়। এ ছাড়াও উচ্চতাও একটি ব্যাপার।Non è stata una semplice scalata: oltre all'altitudine, c'era anche una giusta causa.
8পর্বতারোহণে উৎসাহী জেক নর্টন এবং চ্যালেঞ্জ ২১ দলটি বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় জন্যে পরিষ্কার পানি ও স্যানিটেশনের নামে বিশ্বের সর্বোচ্চ ২১টি শিখরে আরোহণের চেষ্টা করছে।L'alpinista professionista Jake Norton e il gruppo di Challenge 21 hanno intenzione di scalare le 21 vette più alte del mondo, in nome dell'acqua pulita e dei servizi igienico-sanitari per le popolazioni più bisognose.
9এটা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।Si tratta di una delle questioni più urgenti dei nostri giorni.
10আমার নিজেকে এগিয়ে নিতে এবং একটা ভালো কারণের জন্যে সেটা করতে মেক্সিকোতে জেকের সঙ্গে যোগদানের জন্যে স্বাক্ষর করেছি।Ho deciso quindi di impegnarmi per una giusta causa e ho fatto richiesta per unirmi a Jake in Messico.
11ইতোমধ্যে এভারেস্ট, কিলিমাঞ্জারো এবং স্ট্যানলি চূড়ার পাশাপাশি উত্তর আমেরিকার ৩টি চূড়াসহ ৭টি চূড়া জয় করে ৩ থেকে ৪ বছরের এই প্রকল্পটি বেশ ভালভাবেই এর লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে।Il progetto, che durerà dai 3 ai 4 anni, si è avviato molto bene: sono già state conquistate 7 vette, compresi l'Everest, il Kilimangiaro, lo Stanley e le tre vette del Nord America.
12চ্যালেঞ্জ ২১'এর ইউটিউব চ্যানেলে এভারেস্ট অভিযানে এর বেস ক্যাম্পে স্যানিটেশন সুবিধা দেখানোসহ বেশ কয়েকটি ভিডিও রয়েছে।Nel canale YouTube di Challenge21 ci sono diversi video della spedizione sull'Everest, alcuni dei quali mostrano anche i servizi igienico-sanitari dell'Everest Base Camp.
13ওয়েবসাইটটিতে জনগণের জন্যে পানি সংগঠনে অনুদান দেয়ার এবং সামাজিক মিডিয়া প্রকল্পের অগ্রগতি অনুসরণ করার জন্যে লিংকসহ অভিযান সম্পর্কে আরও তথ্য পাওয়া যাচ্ছে।Attraverso il sito, si possono trovare maggiori dettagli in merito alle spedizioni, le modalità per effettuare donazioni all'organizzazione Water for People e diversi link per seguire i progressi del progetto.
14সম্পূর্ণভাবে বাইরের উৎস জেক নর্টন এবং চ্যালেঞ্জ ২১'এর নেয়া অভিযানগুলোতে অর্থায়ন করছে।Le spedizioni intraprese da Jake Norton e Challenge21 sono finanziate integralmente da fonti esterne.
15অন্য কথায়, জনগণের জন্যে পানি'র জন্যে দান করা করা ১০০% জনগণের জন্যে পানি এবং বিশ্বব্যাপী তাদের কর্মসূচীতেই যাচ্ছে।Le donazioni a Water For People, vengono quindi destinate completamente a questa associazione e ai suoi programmi su scala mondiale.
16মাধ্যমে জনগণের জন্যে পানি'কে দান করা কোন অর্থ অভিযানের অথবা চ্যালেঞ্জ ২১-এর কোন ধরনের খরচের ব্যয় হবে না।I fondi raccolti tramite Challenge21 per Water For People non verranno in alcun modo utilizzati per coprire i costi delle spedizioni o qualsiasi altra cosa inerente al progetto Challenge21.