Sentence alignment for gv-ben-20110830-19696.xml (html) - gv-ita-20110904-44371.xml (html)

#benita
1সৌদী: বাদশাহর জন্য বিশেষ টুইটার হ্যাশট্যাগ!Arabia Saudita: un hashtag speciale per il re e i tiranni!
2রিয়াদে সৌদী বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ, ২৫ ফেব্রুয়ারি, ২০০৮, ছবি- আম্মার আবদ রাব্বো-এর সৌজন্যেIl re saudita Abdullah Bin Abdulaziz Al Saud a Riad. Foto di Ammar Abd Rabbo (25/02/2008)
3#তাল৩এমরাক নামে একটি সৌদী হ্যাশটাগ খোলা হয়েছে যার আক্ষরিক অনুবাদ হল “আল্লাহ আপনার জীবনকে দীর্ঘায়িত করুন” অথবা পশ্চিমা ভাষায় অনুবাদ করলে অর্থ দাড়ায় “মহামান্য বাদশাহ”।Domenica 28 agosto l'hashtag saudita #tal3mrak, il cui titolo tradotto letteralmente significa “che Dio ti conceda lunga vita” - o meglio, “Sua Maestà”, se visto nel contesto occidentale - ha preso d'assalto Twitter.
4এ হ্যাশট্যাগটি আজ (২৮শে আগস্ট) টুইটারে ঝড় তুলেছে। অনেকের কাছেই এ হ্যাশট্যাগটি বিষ্ময়কর মনে হয়েছে কারন কর্তৃপক্ষকে সৌদী নেটিজেনরা সাহসের সাথে তাঁদের বক্তব্যগুলোকে তুলে ধরেছেন।La cosa ha sorpreso molti tra coloro che ritenevano che gli utenti sauditi non avrebbero mai avuto il coraggio di rivolgersi alle proprie autorità nel modo in cui si sono espressi utilizzando questo hashtag.
5শুরুতে এ হ্যাশট্যাগটি মনে হয় সৌদী আরবের বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে পরিচালিত হত। সাধারণ নাগরিকদের জন্য যা নিষিদ্ধ এ শীর্ষ স্থানীয় ব্যক্তিরা তা করতে পারে এবং তাঁরা তাঁদের ইচ্ছামত শ্রেণীতে বসবাস করার ক্ষমতা রাখে।Inizialmente #tal3mark sembrava riferirsi a tutte le personalità saudite di alto rango che controllano il mercato, hanno la libertà di fare tutto ciò che è proibito per i comuni cittadini, e appartengono alla classe di privilegiati.
6যাহোক, পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হয় যে হ্যাশট্যাগটি মূলতঃ সৌদী বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পরিচালিত, আরব বসন্ত বিপ্লবের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণকারী স্বৈর শাসকদের পক্ষে থাকা সৌদী পররাষ্ট্র নীতির সমালোচনায় অ-সৌদীরা এ হ্যাশট্যাগ ব্যবহার শুরু করে।Ben presto, tuttavia, è risultato evidente che l'hashtag colpisse principalmente il principe saudita Abdullah - dal momento che anche cittadini non sauditi hanno iniziato ad utilizzarlo per criticare la politica estera del suo regime, che si oppone alle rivolte della “primavera araba” e sostiene i dittatori locali a discapito dei loro stessi popoli.
7সৌদী নারী সক্রিয়তাবাদী ইমান আলনাফজান (@সৌদীউওম্যান) #তাল৩এমরাক হ্যাশট্যাগ বিষয়ে একাধিক টুইট করেন:L'attivista saudita Eman AlNafjan (@Saudiwoman), pubblica numerosi commenti riguardanti l'hashtag #tal3mrak:
8@সৌদীউওম্যান: #তাল৩এমরাক হ্যাশট্যাগটি আমার মনে বুড়ো হবার অনুভূতি তৈরি করে। কখনোই ভাবিনি যে অনেক সৌদীই ভীত নয়।@Saudiwoman [en, come gli altri link, eccetto ove diversamente segnalato]: l'hashtag #tal3mrak mi fa sentire vecchia.
9আলনাফজান দুটো টুইটের মাধ্যমে হ্যাশট্যাগটি বিশ্লেষণের চেষ্টা করেন:Non avrei mai pensato che ci fossero così tanti sauditi che non temono la repressione.
10@সৌদীউওম্যান: #তাল৩এমরাক এ হ্যাশট্যাগটি রাজকীয় পরিবারকে উদ্দেশ্য করে কিন্তু এখানে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, মন্ত্রী কাউকেই বাদ দেওয়া হয় নাই..In due suoi tweet, AlNafjan cerca di chiarire il significato del titolo dell'hashtag: @Saudiwoman: l'hashtag #tal3mrak fa riferimento alla famiglia reale ma è indirizzato anche a direttori generali, militari di alto rango, ministri etc…1/2
11১/২ এবং:e anche:
12@সৌদীউওম্যান: ২/২ #তাল৩এমরাক-এর আক্ষরিক অর্থ হল “আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দান করুন”, সাংস্কৃতিকভাবে ধনী ও ক্ষমতাশীল সৌদীদের উদ্দেশ্যে মজা করতে টুইটারে এ সম্বোধন প্রয়োগ করা হয়@Saudiwoman: 2/2 il significato letterale di #tal3mrak è “possa Dio concederti lunga vita”, oggi solitamente usato su Twitter per rivolgersi in maniera ironica ai cittadini sauditi ricchi e potenti.
13সৌদী ব্লগার আহমেদ আল-ওমরান (@আহমেদ) এ ধরনের হ্যাশট্যাগের গুরুত্ব তুলে ধরেন:Il blogger saudita al-Omran (@ahmed) rilancia sul valore di un simile hashtag:
14@আহমেদ: আপনি সৌদী হলে #তাল৩এমরাক হ্যাশট্যাগ… বিশেষ কিছু।.@ahmed: se sei un saudita, l'hashtag #tal3mrak è…qualcosa di speciale.
15সৌদী ধর্মীয় পুলিশের ভয়কে মাথায় রেখেই আল-ওমরান এই হ্যাশট্যাগে তাঁর নিজস্ব প্রশ্ন উত্থাপন করেছেন:Al-Omran utilizza l'hashtag anche per esprimere le proprie perplessità sul timore dei sauditi riguardo la polizia religiosa:
16@আহমেদ: আহমেদ তারিখ কবে ঘোষিত হবে, ধর্মীয় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে আপনি কি ভীত?@ahmed: quando vai ad un appuntamento, esci di casa temendo che la polizia religiosa possa arrestarti?
17মিসরীয় সক্রিয়তাবাদী মোহামেদ ইফ্ফাত (@৩ইফ্ফাত) হলেন প্রথম মিসরীয় যিনি এ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তাঁর মতে এ শাসনামলে সৌদী জনগণ তাঁদের নিজের দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ হ্যাশট্যাগে।L'attivista egiziano Mohamed Effat(@3effat), uno dei primi attivisti egiziani ad utilizzare l'hashtag, spiega che, per i sauditi, questo è un modo per far conoscere al mondo le difficoltà che devono affrontare a causa del regime che soggioga il Paese.
18ইফ্ফার এ ধারণার সাথে কিছু টুইটার ব্যবহারকারী সৌদী দ্বিমত পোষণ করেন, তিনি তাঁর হ্যাশট্যাগে বলেন:Su Twitter, però, alcuni utenti sauditi si dicono in disaccordo con questa posizione di Effat, il quale tuttavia si difende e offre ulteriori spiegazioni:
19@৩ইফ্ফাত: এ সময়ের সবচাইতে জম্পেস খবর হতে চলেছে এ হ্যাশট্যাগটি।@3effat: questo hashtag farà un gran baccano, vedrete!
20আপনারা এটি দেখুন। সৌদিরা তাঁদের সমস্যা তুলে ধরে তাঁদের বাদশাহর সমালোচনা করছেন #তাল৩এমরাকI sauditi parlano dei loro problemi criticando il loro re #tal3mrak
21দুবাইতে বসবাসকারী ইমাম হুসেইন (@আম্মৌনি) সৌদিদের হ্যাশট্যাগ ব্যবহারের বিষয়টিকে অনুমোদন জানিয়ে বলেন:Eman Hussein (@Ammouni), da Dubai, esprime profonda ammirazione nei confronti dei cittadini sauditi che hanno fatto uso dell'hashtag:
22@আম্মৌনি: হায় খোদা! সৌদীরা এত সাহসী; হ্যাশট্যাগটি দেখুন #তাল৩এমরাক@Ammouni: i sauditi si stanno dimostrando molto coraggiosi; seguendo l'hashtag #Tal3mrak
23মিসরীয় এভোরনিয়া আজের (@এভোরনিয়া) বলেন সৌদী বাদশাহর উচিত নারী অধিকার সমর্থন করা:L'egiziana Evronia Azer (@evronia) sottolinea che il re dovrebbe per prima cosa difendere le donne:
24@এভোরনিয়া: #তাল৩এমরাক আপনার নারী অধিকার সমর্থন দিয়ে শুরু করা উচিত!@evronia: #tal3mrak devi incominciare dalla tutela dei diritti delle donne!
25সৌদী নারী নাওওয়ারাহ (@ নাওওয়ারাহ৮২) দেখান কিভাবে সংস্কারের বিষয়ে বাদশাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন:Un'altra utente di Twitter, Nawwarah (@nawwarah82), descrive semplicemente il venir meno del re alle sue promesse di riforma:
26@নাওওয়ারাহ: আপনি প্রগতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা পেতে দেরি করছি।@nawwarah82 [ar]: ci hai promesso progresso, e invece ci accorgiamo di essere arretrati.
27আপনি আমাদের সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের মুখোমুখি হচ্ছি।Ci hai promesso una vita decente, e invece il costo della vita è insostenibilmente alto.
28আপনি আমাদের “খোলা দরজার” নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ উপহার দিলেন নতুন সন্ত্রাস বিরোধী আইন!Hai promesso di seguire una politica liberale, “della porta aperta”, e poi ci hai regalato la nuova legge anti-terrorismo [it]!
29মানাল আল-শরিফ ( @মানাল_আলশরিফ) নামের যে মহিলা কয়েকমাস আগে যিনি গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হয়েছিলেন, তিনি হালে #৩এমরাক হ্যাশ ট্যাগ ব্যবহার করে একাধিক টুইট করেন।Anche Manal Al-Sharif (@manal_alsharif), la donna arrestata [it] alcuni mesi fa per aver guidato un'automobile, propone vari commenti utilizzando l'hashtag #Tal3mrak.
30তাঁর করা একটা মজার টুইট হল:Ecco uno dei suoi sarcastici tweet:
31@মানাল_আলশরিফ: আপনার ছেলেমেয়ের সংখ্যা যখন ২০ মিলিয়ন আর যখন আমরা ৯ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন বিদেশে রপ্তানি করি তখন আপনিই বলেন যে কোন ব্যারেলে আমাদের ধৈর্য্যগুলোকে রাখা উচিত?@manal_alsharif [ar]: dato che i tuoi figli e le tue figlie sono 20 milioni, dal momento che esportiamo 9 milioni di barili di petrolio al giorno, in quale barile credi dovremmo mettere la nostra pazienza?!
32সৌদী ব্লগার সামি আলমালকি ( @জেসামি) তাঁর নিজের মত করে এ হ্যাশট্যাগের উদ্দেশ্য বর্ণনা করেছেন:Infine, Sami Almalki(@iSaami) spiega il suo punto di vista:
33@জেসামি: নোট: অনেকে মনে করলেও #তাল৩এমরাক নামের এ হ্যাশট্যাগ টি কোন সুনির্দিষ্ট যুবরাজ, বাদশাহ অথবা ব্যবসায়ীকে উদ্দেশ্য করে নয় বরং আরব দুনিয়ায় যারা ক্ষমতায় আছেন তাঁদের সকলের উদ্দেশেই এ হ্যাশট্যাগ।@iSaami [ar]: nota: l'hashtag #tal3mrak non è diretto ad uno specifico principe, re o commerciante, come qualcuno cerca di dimostrare in modo fuorviante, l'hashtag è in realtà indirizzato ad ogni potente del mondo arabo.