# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেসে ওমিদিয়ার নেটওয়ার্কের বিনিয়োগ সম্পর্কে ঘোষণা | Omidyar investe su Global Voices |
2 | আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ওমিদিয়ার নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসেস এর কাজের জন্য ১২ লক্ষ মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহায়তা ঘোষণা করেছে। | Siamo felici di annunciare che Omidyar Network ha investito 1.2 milioni di dollari nelle attività di Global Voices [en come tutti gli altri link]. |
3 | ওমিদিয়ার নেটওয়ার্ক একটি দাতব্য সংস্থা যার প্রতিষ্ঠাতা ইবেইর (অনলাইন নিলাম সাইট) প্রতিষ্ঠাতা পিয়ের ওমিদিয়ার আর তার স্ত্রী প্যাম। | Omidyar è una fondazione filantropica creata dal fondatore di eBay Pierre Omidyar e da sua moglie Pam con lo scopo di migliorare la vita delle persone “imbrigliando il potere dei mercati”. |
4 | এই সংস্থাটি ‘বাজারের শক্তিকে আহরণ করে' মানুষের জীবনের উন্নতির জন্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে। | |
5 | আমাদের পছন্দের বেশ কিছু সংস্থাকে ওমিদিইয়ার সমর্থন করেছে - উইকিমিডিয়া ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কমন্স, উশাহিদি, উইটনেস। এবার আমরা বিশেষভাবে সম্মানিত এমন একটা ‘শ্রেনীর' কাতারে দাঁড়াতে পেরে যার মধ্যে আছে যুক্তরাজ্যে অবস্থিত জবাবদিহিতামূলক সংস্থা মাইসোসাইটি আর কেনিয়ার ব্যাঙ্গাত্মক রাজনৈতিক সমালোচক দল দ্যা এক্স ওয়াই জেড শো। | Omidyar ha già sostenuto alcune delle organizzazioni di cui noi stessi abbiamo grande stima per il lavoro che portano avanti - la Wikimedia Foundation, Creative Commons, Ushahidi, WITNESS - e ci sentiamo quindi particolarmente onorati di entrare a far parte di una “categoria” che comprende anche MySociety, organizzazione per la trasparenza pubblica con sede nel Regno Unito, e la redazione del programma di satira politica kenyota The XYZ Show. |
6 | জানা আছে যে ওমিদিইয়ার যাদের সহায়তা করে তাদেরকে অর্থনৈতিক স্থায়িত্বের দিকে ঠেলে দেয়, যে পথকে আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রাধান্য হিসাবে গণ্য করেছি। | Di Omidyar è nota la tendenza a esortare le organizzazioni che finanzia ad avanzare verso la stabilità finanziaria, un tipo di percorso già fatto proprio, come una priorità assoluta, da Global Voices. |
7 | ওমিদিইয়ারের বিনিয়োগকে কাজে লাগাতে আমরা পরিকল্পনা করছি অনলাইন আর ইমেইলের মাধ্যমে আমাদের পাঠকের সংখ্যা বাড়াতে, অন্তত পাঁচজন নতুন পার্টনারের সাথে সিন্ডিকেট চুক্তিতে পৌঁছানো (যেমন আছে লা স্ট্যাম্পা আর রয়টারের সাথে) আর ইংরেজী ভাষার সাথে সাথে ফরাসী আর স্প্যানিশ ভাষাতেও আমাদের মূল সংবাদ প্রকাশ করা শুরু করা। | Con il sostegno di Omidyar, stiamo progettando di aumentare il numero dei nostri lettori sia online che via e-mail, di fare accordi (come quello con La Stampa [it] e la Reuters) con almeno altri cinque partner e di cominciare a fornire contenuti originali, oltre che in inglese, anche in francese e spagnolo. |
8 | ওমিদিয়ার থেকে অর্থ আসায় আমাদের যৌগিক আর আন্তর্জাতিক দলের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি সম্ভব হচ্ছে। | I finanziamenti di Omidyar ci aiuteranno anche a sostenere le strutture necessarie per gestire il nostro team, che è articolato e internazionale. |
9 | গ্লোবাল ভয়েসেসের সম্পাদক আর সহযোগীরা এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রত্যেক মহাদেশে আছেন আর আমাদের ব্যবস্থাপনা দল বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। | I redattori e collaboratori di GV provengono da tutti i continenti, tranne l'Antartide, e il nostro staff manageriale è sparpagliato per tutto il globo. |
10 | যদিও আমরা নীতিগতভাবে চাই কোন অফিস বা ফাইলিং ক্যাবিনেট ছাড়া একটি অন্তর্জাল সংস্থা গড়ে তুলতে, বাস্তবে আমাদের অনেক প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হয়। | Poiché siamo un'organizzazione virtuale senza uffici né archivi abbiamo molti problemi pratici e amministrativi da affrontare per garantire che le voci dei cittadini comuni siano amplificate e condivise in tutto il mondo. |
11 | এগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে আমরা নাগরিকদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরতে পারছি। যে কেউ এই ধরণের অলাভজনক স্থানে কাজ করলে বুঝতে পারবেন যে এই ধরনের কম আবেদনময়ী কাজের জন্য অর্থ যোগাড় করা সব থেকে কঠিন কাজ। | Chiunque abbia lavorato nel mondo del no profit sa che in questo tipo di attività la cosa più difficile è ottenere un sostegno finanziario - siamo dunque particolarmente grati che Omidyar abbia deciso di investire nella nostra organizzazione nel suo complesso e non solo su un singolo, specifico progetto. |
12 | আমরা বিশেষভাবে খুশি যে ওমিদিয়ার আমাদের সংস্থায় অর্থ সহায়তা দিচ্ছে সামগ্রিকভাবে - নির্দিষ্ট কোন প্রকল্পভিত্তিক না দিয়ে। | Siamo davvero entusiasti di questi nuovi sviluppi e del fatto che lavoreremo a stretto contatto con i nostri amici di Omidyar, in particolare con Stephen King, Senior Director degli Investimenti di Omidyar. |
13 | এই নতুন খবরে আমরা খুব উত্তেজিত আর বিশেষ করে ওমিদিয়ার সংস্থায় আমাদের বন্ধুদের সাথে কাজ করতে পারার সম্ভাবনার করণেও, বিশেষ করে ওমিদিয়ারের ঊর্ধ্বতন বিনিয়োগ পরিচালক স্টিফেন কিং এর সাথে। | |
14 | এই বছরের শেষভাগে আমরা আমাদের বোর্ডে পরিচালক সংখ্যা দুই সদস্য বৃদ্ধি করব, যার মধ্যে আমাদের কর্মী হিসেবে স্টিফেন আর স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে একজন থাকবেন। | Entro la fine dell'anno il nostro consiglio di amministrazione sarà allargato a due altri membri, tra cui Stephen, e a un terzo rappresentante eletto nel nostro staff di volontari. |
15 | ওমিদিয়ারকে ধন্যবাদ- আর আমাদের চমৎকার সব শুভানুধ্যায়ীদের- যারা এই কমিউনিটিকে চালাতে সহায়তা করছেন। | Grazie a Omidyar - e a tutti i nostri meravigliosi sostenitori - per aver reso possibile la crescita di questa grande community. |