# | ben | ita |
---|
1 | জাপান: মদ্যপানীয় যোগাযোগ, যখন অ্যালকোহল পান এক সামাজিক বাধ্যবাধকতা | Giappone: quando bere diventa obbligo e “lubrificante” sociale |
2 | প্রাচীন মানুষেরা বলতেন “মদের এর মধ্যে সত্য নিহিত”। | In vino veritas, dicevano gli antichi. |
3 | এটা সত্যি যে অল্প পরিমাণে অ্যালকোহল সেবন শরীরের অসারতা দূর করে কিন্তু এটা প্রায়শ:ই সমাজের মধ্যে সামাজিক সম্পর্ক সহজীকরণে জাপানের মত একটা সমাজে ব্যবহার হচ্ছে যে সমাজ এখনও কারও বাস্তব অনুভূতি এবং প্রকৃত উদ্দেশ্য (হন্নে) এবং সামাজিক আচার অনুষ্ঠানে বলা কথার (তাতেমা) মধ্যে তফাৎ রাখা প্রয়োজন মনে করে। | È vero che l'alcol, in dosi limitate, aiuta a liberarsi dalle inibizioni ma in Giappone è spesso usato come una sorta di lubrificante sociale in una società che lascia intravedere ancora la distanza tra i sentimenti e le intenzioni reali di una persona (honne) e quanto invece questa stessa persona dica durante occasioni specifiche (tatemae). |
4 | যখন তুমি একজন চাকুরীজীবি বা তুমি একজন ছাত্র তখন সহপাঠীদের সাথে সময় কাটাচ্ছ তখন সহকর্মীদের সাথে মদ্যপান করা তাদের সাথে একাত্ম হওয়ার জন্য একটি গুরুত্বপুর্ণ কাজ। | Bere con i compagni di classe o con il giro di amici, se si è uno studente, o con colleghi se si è impiegati, è qualcosa di importante se si vuol essere parte del gruppo. |
5 | অনেকের মতে, এক গ্লাস বিয়ার বা এক গ্লাস সাকি হাতে হয়ত নতুন ধরনের স্পষ্ট এক যোগাযোগ ব্যবস্থা অথবা নোমিউনিকেশন এর উদ্ভব ঘটে। | Secondo molti, un bicchiere di birra o di sake tra le mani garantiscono una comunicazione nommunication più sincera. |
6 | নোমিউনিকেশন (আপাতত যার অর্থ করা হয়েছে ড্রিংকোমিউনিকেশন বা মদ্যপানের যোগাযোগ) এমন একটা শব্দ যেটি ক্রিয়াপদ নোমু (মদ্যপান করা) এবং ‘কমিউনিকেশন (যোগাযোগ)' শব্দ টি সহযোগে তৈরী হয়েছে। | Nommunication (tradotto all'incirca come drinkommunication) è un termine creato dall'unione del verbo nomu (bere) e della parola ‘comunicazione'. |
7 | সামজিক ব্যক্তি [en] তে পরিণত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে, কারন একজন চাকরিজীবীর আচার আচরণ এটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং অফিসের বাইরে মদ্যপান আসরে উর্ধ্বতন কর্মকর্তার সাথে অধ:স্তন কর্মকর্তার মধ্যকার সম্পর্ক নির্দেশ করার জন্য এই যোগাযোগ ব্যবস্থার উদ্ভব। | Tale termine può essere considerato come una componente importante per diventare una persona sociale [en, come tutti gli altri link tranne ove diversamente indicato], riguarda il modo di comportarsi di un impiegato sul posto di lavoro e il tipo di comunicazione stabilita tra un superiore e i suoi sottoposti in occasione di uscite per bere insieme dopo il lavoro. |
8 | মদ্যপানের এক রাত। | Una notte di bevute. |
9 | জেমস জাস্টিন কর্তৃক সিসি লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | Di jamesjustin su licenza Creative Commons. |
10 | “চাকুরিজীবীদের পর্যবেক্ষণ” (サラリーマンに関する一般的考察) শিরোনামে বেনামী একজনের লেখার সারসংক্ষেপ [ja] এই ধারণাটির উপজীব্য ব্যাখ্যা করে। | La sintesi di un breve saggio pubblicato in forma anonima [ja] e intitolato “Osservazioni generali sugli stipendiati” (サラリーマンに関する一般的考察) spiega le origini di tale concetto. |
11 | | Il termine nommunication è stato coniato nel corso dell'era della grande crescita economica ed è il risultato di nuovi metodi utilizzati per rafforzare una mentalità corporativa che sarebbe servita a far funzionare meglio e senza intoppi l'azienda. |
12 | সাধারণভাবে, অধ:স্তনদের বকাঝকা করার বাধ্যবাধকতা সহজাতভাবেই ঊর্ধ্বতনের থাকে। এবং খোলাখুলি বললে, বলা যেতে পারে যে অধ:স্তন থাকেই বকা খাবার জন্য। | Detta più semplicemente, i capi hanno in genere l'obbligo di rimproverare i loro subordinati e, tutto sommato, si potrebbe dire che i subordinati esistono per essere sgridati. |
13 | কিন্তু অবশ্যই বকা খেয়ে নিশ্চয় খুশি কেউই হয় না। | Ma, naturalmente, nessuno è felice di essere trattato in questo modo. |
14 | সে কারনে, অধ:স্তনদের অনুভূতির দিকে লক্ষ্য রেখে, উর্ধ্বতনরা মদ্যপানের জন্য তাদের আমন্ত্রন জানায়। | Così, tenendo in considerazione i sentimenti dei propri dipendenti, i superiori hanno cominciato a invitarli per i drink. |
15 | সাধারণ উর্ধ্বতনরা তাদের কে ইজাকায়া (রেস্তোঁরা এবং সুরালয়ে) নিয়ে যায় এবং অস্বস্তিতে ভোগা অধ:স্তনদের বিয়ার পান করতে দেয়। | Di solito li portavano in qualche izakaya (ristorante e bar) e gli offrivano birra mentre i dipendenti si mostravano un po' a disagio. |
16 | তারা তাদের “কি খবর, এটা নাও, এসো সুরা পান করি!” বলে উৎফুল্ল করে তোলে। | I capi cercavano di tirarli su di morale con degli “ehi, dai su beviamo!”. |
17 | অধ:স্তন তখন ধন্যবাদ প্রদান করে এবং বিয়ার পান করার সময় তাদের প্রতিষ্ঠানের সম্পর্কে অভিযোগ এবং নিজের ব্যক্তিগত জীবনে সমস্যা সমূহ সম্পর্কে বলতে থাকে। | Il dipendente allora ringraziava e mentre beveva si lasciava andare alle lamentele sull'azienda e raccontava i problemi della sua vita privata. |
18 | কোন কোন ক্ষেত্রে, অ্যালকোহল একজন ব্যবসায়ী ব্যক্তির সুহৃদ বন্ধু কারন উত্তম দেনদরবার তখনই ঘটে যখন হাতে থাকে এক গ্লাস শচু। | L'alcol è, qualche volta, il miglior amico di un uomo d'affari. È con un bicchiere di shochu che si realizzano i migliori affari. |
19 | গ্রাহকদের রাতের খাবারে নিমন্ত্রণ করা জাপানের কর্মক্ষেত্রের আচারের অনেক বিষয়ের মধ্যে একটি, এবং থাকে অবশ্যই তথাকথিত সেতাই, যাকে ব্যবসায়ীক মনোরঞ্জন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই সব আচার অফিসে মিটিং করার মত গুরুত্বপূর্ণ। | Come avviene in molte altre culture, invitare i clienti a cena è una comune abitudine nel mondo del lavoro in Giappone e il cosiddetto settai, spesso tradotto come ‘intrattenimento d'affari', è importante quanto gli incontri che i responsabili d'azienda hanno con i clienti negli uffici. |
20 | ইয়েলোবেল স্বীকার করে যে যদিও আগে তার সহকর্মীদের সাথে মদ্যপান করা এড়িয়ে যেত কারন সে সাধারণ চাকুরে ছিল কিন্তু এখন যেহেতু সে তার নিজ ব্যবসা চালাচ্ছে তাই গ্রাহকদের সাথে সুরাপান বা রাতের খাবারের আয়োজন এড়িয়ে যাওয়া যায়না কখনই। | Yellowbel confessa [ja] che, mentre ai tempi in cui era un semplice impiegato spesso rifiutava di bere con i suoi colleghi, ora che è responsabile di una sua azienda non può evitare di andare a cena e bere vino con i clienti. |
21 | একজন কর্মচারী হিসাবে যেহেতু আমি চাকুরী ছেড়েছি এবং নিজের ব্যবসা শুরু করেছি, মদ্যপান করা না করা এখন আর কোন বিষয় নয়, বরং অ্যালকোহল সহজাতভাবে আমার জীবনের নিত্যদিনের একটি অংশই। | Da quando ho lasciato il lavoro dove ero impiegato ed ho avviato una mia impresa la questione non è solo bere oppure no; l'alcol ora fa semplicemente parte della mia vita quotidiana. |
22 | একজন প্রতিষ্ঠানের মালিক যে আবার নিজেই একজন বিপণন ব্যবস্থাপক তার জন্য একজন গ্রাহকের সাথে অন্তত সু সম্পর্ক তৈরীর আগ পর্যন্ত বসে মদ্যপান করা হলো নিজেকে “প্রচারের” সর্বোত্তম পন্থা। | Per uno che lavora nella propria azienda e che è anche addetto alle vendite, bere con un cliente fino a che non si è in relazione l'uno con l'altro come se fosse il tuo vero sé è il miglior modo per “vendere” se stessi. |
23 | যদিও নোমিউনিকেন বিক্রেতার জন্য একটি শক্তিশালী উপায়, কখনও কখনও সেই সকল অধ:স্তন কর্মচারীদের জন্য বাড়তি চাপ ও যাতনার কারন হয়ে দাঁড়ায় যখন তারা ঊর্ধ্বতনের নিমন্ত্রণ গ্রহণ করতে বাধ্য হয়। | Se la nommunication è uno strumento potente nelle mani degli addetti alle vendite, è anche la causa di tensione e stress per quei giovani impiegati che si sentono obbligati ad accettare gli inviti dei superiori. |
24 | এই ধরনের চাপে বেশী ভোগে পুরুষ কর্মচারীরা কারন স্বভাবতই আশা করা হয় যে তারা পাড় মদ্যপ হবে। | Gli impiegati maschi sono i più esposti a tale tipo di pressioni poiché ci si aspetta che siano dei buoni bevitori. |
25 | টুইটার এর একটি সাম্প্রতিক আলোচনা [ja] গভীর মূলের কঠিন বিষয়টিকে উজ্জ্বল করে তুলেছে কারন টুইটার ব্যবহারকারী @শিশেতসু মন্তব্য করেছে যে সকলকে অবশ্যই অ্যালকোহল সেবন করতে হবে এটা জায়েজ হিসাবে মেনে নেয়াটা দুঃখজনক। | Una recente discussione su Twitter [ja] ha messo in risalto questo stereotipo ormai radicato mentre l'utente di Twitter @shisetsu ha detto che trova spiacevole che sia dato per scontato che a tutti piaccia bere alcolici. |
26 | @শিশেতসু এর লেখা কিছু টুইট বার্তায় অফিস পরবর্তী পার্টি, যেখানে সহকর্মীরা প্রায়শই ক্লান্তি দূর করার উপায় হিসাবে অ্যালকোহল সেবনের জন্য একটি ইজাকায়াতে মিলিত হয়, সে বিষয়ে বিতর্ক তৈরী করেছে কিন্তু সে পার্টি অনেক সময় দলের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায়। | Alcuni interventi su Twitter di @shisetsu hanno acceso un dibattito sulle abitudini dei famosi after-hours quando i colleghi spesso si ritrovano per bere ad un izakaya. Abitudine che rappresenta un modo per liberarsi dello stress e qualche volta per favorire le relazioni all'interno del gruppo di lavoro. |
27 | যখন অনেক টুইটার ব্যবহারকারী তার সাথে এক মত হয়ে বলে যে অনেক সময় তারা বোঝে যে অন্য সবাই পান করছে বলে তারা ও বাধ্য হয়ে পান করছে, তখন @একানন প্রতিক্রিয়া দেখাতে বলেছে যে অ্যালকোহল পান একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সামাজিক দায়িত্ব। | Mentre qualche altro utente di Twitter si dichiara d'accordo e afferma che qualche volta si sente obbligato a bere come fanno tutti, @akcanon [ja] dice che bere alcol è parte del dovere sociale di una persona adulta. @shisetu Penso che se non bevi devi anche spiegarne le ragioni. |
28 | @শিশেতসু আমি মনে করি যদি তুমি মদ্যপান না কর, তবে সহজ ভাষায় তুমি তার কারন বলনি কিন্তু তোমার অবশ্যই কারন সমূহ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা উচিৎ। | |
29 | তুমি মোটেও কোন ছাত্র নয় বরং একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি এবং অবশ্যই যোগাযোগ রক্ষা করতে জান যা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। | Non sei più uno studente ma un adulto ed essere in grado di comunicare è importante nelll'ambiente di lavoro. |
30 | কেবল তোমার কাজ করার জন্যই তুমি বেতন পাওনা এবং আর কিছু বলার নেই। | Non sei pagato soltanto per fare il tuo lavoro e basta. |
31 | @শিশেতসুএর তড়িৎ উত্তর: [ja] কথোপকথনের সুর বদলাও এবং তারপর @একানন কে ক্ষমা চাইতে বল এবং একজন কর্মঠ লোক হয়ে ওঠা এবং একজন অ্যালকোহল সেবক হয়ে ওঠা যে একই কথা সে বিষয়ের উপর আলোকপাত কর। | La veloce replica di @shisetsu [ja] ha cambiato il tono della conversazione e più tardi @akcanon si è scusato riflettendo sull'idea che essere un lavoratore significhi essere anche uno che beve alcolici. |
32 | @একানন আমার কোন স্বাস্থ্যগত সমস্যা নেই যার কারনে আমি অ্যালকোহল পান করব না কিন্তু আমার বাবা একজন মদ্যপ ছিল এবং সেটার ফলস্বরূপ গৃহে আমার আর আমার ভাইয়ের উপর অত্যাচার চলত। | @akcanon Non ho ragioni di salute che mi impediscono di bere alcolici ma mio padre era un alcolizzato e il risultato di ciò sono state violenze su di me e mio fratello quando eravamo bambini. |
33 | তাই এর প্রতিক্রিয়া হিসাবে আমি কখনই মদ পান করি না। | Così, come reazione a quanto ho subìto durante l'infanzia, io non bevo. |
34 | এক রাতে ভোজনের সময় এসব ব্যাখ্যা করে মন মানসিকতায় চাপ ফেলে… এটা কি কোন পরিবেশ বা মাধ্যম হতে পারে যেখানে তারা স্বেচ্ছায় মদপান করে? | Spiegare tutto questo durante una cena e rovinare l'atmosfera … sarebbe questo ciò che vorrebbe chi invece ha voglia di bere? |
35 | অন্যকে মূল্যায়ন করা ও মদ পান করার মধ্যে কোনরূপ কারন ও প্রভাব জনিত সম্পর্ক থাকতেই পারে না। | Non c'è alcuna relazione di causa ed effetto tra il valutare gli altri e fare uso di alcol. |
36 | বিগত বছরগুলোতে কর্মক্ষেত্রের পরিবেশ বদলেছে, বিশেষত অর্থনৈতিক মন্দা ও সামাজিক ব্যবস্থা অসাড় হয়ে পড়ার কারনে। | Gli ambienti di lavoro stanno cambiando negli ultimi anni, soprattutto a causa della crisi economica, e il sistema sta collassando. |
37 | এমন বিশ্বাস ও আছে যে কিছু সামাজিক বাধ্যবাধকতা যেমন নোমিউনিকেশন হল কম কষ্টদায়ক এবং বেশ কিছু তরুণ উদ্যেক্তা মনে করে উন্নতির জন্য এটা তাদের একরকম অবশ্য কর্তব্য। | Alcuni credono che quelli che erano considerati obblighi sociali come la nommunication stanno diventando meno pressanti e sono sempre meno i giovani uomini d'affari che sentono questa abitudine come un dovere per accelerare la loro carriera. |
38 | ব্লগার কিকুইরি, উদাহরণ স্বরূপ, বিশ্বাস করে যে এর কারন হয়ত এই যে লোকজন আজকাল অনেক বেশী ব্যস্ত, অনেকেই কর্মক্ষেত্রে যাবার জন্য গাড়ী ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি…চাহিদার মাত্রা পরিবর্তন হচ্ছে। | Il blogger kikuiri, ad esempio, crede [ja] che le ragioni di questo mutamento possono anche essere che le persone oggi sono più impegnate, molti usano l'auto per andare a lavoro e, inoltre… le priorità stanno cambiando. Una delle categorie delle ‘persone impegnate' è quella di coloro che “hanno una famiglia di cui prendersi cura”. |
39 | এর প্রেক্ষিতে যারা শিশুপালনে এবং যারা বয়স্কদের সেবায় নিয়োজিত তারা কমপক্ষে অনেকগুলো বছর ধরে নোমিউনিকেশন এ অংশ নিতে পারবেনা এবং এদের সংখ্যা বাড়ছে। | Fino a 10 anni fa esisteva un'equazione: impiegato= persona che prende parte alla nommunication= uomo che non si occupa (o rifiuta) le faccende domestiche. Oggi questa equazione non vale più. |
40 | | È un dato di fatto: coloro che sono impegnati nella crescita dei figli non potranno prendere parte alla nommunication almeno per qualche anno e sta crescendo anche il numero di persone che devono prendersi cura dei più anziani. |
41 | চাকুরিজীবী। | Gruppo di salariati. |
42 | ছবি এ মালচিক! | Di A Malchik! |
43 | এর সৌজন্যে, সিসি লাইসেন্স এর আওতায় ব্যবহৃত | Pubblicata con licenza Creative Commons |
44 | সম্ভবত সামাজিক চাপ যা মদ্যপানের কারনে ঘটতে পারে তা এড়ানোর জন্য, অনেক মানুষই প্রধান বিয়ার উৎপাদনকারী কর্তৃক ব্যবস্থা করে দেয়া সুবিধাজনক ভার্চুয়াল সভাস্থলে অথবা মদ্যপান গল্পগুজব আসরে অনলাইনে মদ্যপান পার্টি দিতে চায়। | È forse per evitare la pressione sociale che bere con conoscenti può provocare, che sempre più persone stanno scegliendo di prendere parte a delle feste online [ja] in luoghi di incontro virtuali messi a disposizione da importanti birrai o anche in sessioni chat a tema. |
45 | এর পার্শ্ব সুবিধাগুলো হলো নারীদের রূপচর্চার কোন প্রয়োজন হয় না এবং পুরুষদের জন্য সম্ভবত ব্যাপক মদ্যপানের ব্যবস্থা করা লাগে না। | Possibili benefici di questa scelta possono essere considerati: per le donne, non aver bisogno di truccarsi per partecipare e, per gli uomini, probabilmente bere meno del solito. |