# | ben | ita |
---|
1 | আমেরিকা: জেল থেকে ব্লগিং | USA: dal carcere al blog |
2 | ভূতপূর্ব কয়েদী স্যাম স্ট্যানফিল্ড ইজিন আর্টিকেলস জেলের জীবনের সাথে অভ্যস্ত হওয়ার কিছু উপায় জানিয়েছেন যেমন বই পড়া, কার্ড খেলা বা নতুন কোন কাজ শেখা। | Leggere libri, giocare a carte, o imparare nuovi mestieri, sono alcune delle dritte su come affrontare il carcere [in], fornite dall'ex-detenuto Sam Stanfield su Ezine @rticles. |
3 | তবে এখন আমেরিকা জুড়ে যেসব পূর্ণবয়স্ক কয়েদী আছে তাদের ১০০ জন মধ্যে ১ জন ব্লগিং করেও এখন সময় কাটাতে পারবেন - অন্তত বাইরে কম্পিউটার আছে এমন একজনের মাধ্যমে। | Ma un adulto su 100 [in] nelle prigioni statunitensi, adesso può trovare nei blog un altro modo di impiegare il tempo - almeno tramite qualcuno all'esterno del carcere che abbia accesso a un computer. |
4 | জেল থেকে ব্লগিং ক্রমেই প্রচলিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। | Curare un blog dal carcere è una tendenza sempre più diffusa. |
5 | শন এটউড | Shaun Attwood |
6 | গত বছর শেষের দিকে, তিনি একটি চিঠি পান ‘যাবজ্জীবন' কারাদন্ড প্রাপ্ত রেনের কাছ থেকে। | Shaun Atwood, un ex-detenuto, cura un blog dal titolo Jon's Jail Journal [in], sul quale pubblica le lettere di detenuti nelle prigioni americane. |
7 | তরুণী বয়স থেকে তিনি আরিজোনার একটা জেলে ৬০ বছরের সাজা ভোগ করছেন। রেনে লিখেছেন যে তিনি কাজ করেন আর স্কুলে যান, আর অন্যান্য জেলের ঘটনাও ব্যাখ্যা করেন। | Verso la fine dell'anno scorso aveva ricevuto una lettera dalla “ergastolana” Renee, condannata a 60 anni da scontare in un penitenziario dell'Arizona quando era appena adolescente. |
8 | “আপনি জিজ্ঞাসা করেছেন আমি চৌমিন (খাবার) এর ব্যাপারে কি ভাবি। | Renee racconta [in] che lavora e va a scuola, e parla di quanto avviene in carcere. |
9 | এটা আমাকে হাঁসিয়েছে। | “Mi hai chiesto cosa ne penso della sbobba. |
10 | আমি রান্না ঘরে খেতে পারিনা। | Mi è venuto da ridere. |
11 | আমি দেখেছি তারা সুপ থেকে তেলাপোকা বের করে ফেলে দিয়ে তাই আবার পরিবেশন করছে। | Non riesco a mangiare alla mensa. Li ho visti tirar fuori uno scarafaggio dalla minestra e continuare a servirla. |
12 | আমি দেখেছি ট্রেগুলো উঠানে পড়ে থাকে আর পায়রারা তা থেকে খায়। | Ho visto i vassoi lasciati nel cortile e i piccioni andarci a cena. |
13 | কাঁচা মুরগি খোলা পড়ে আছে। | Il pollo crudo lasciato lì scoperto. |
14 | আমি এতে মুষড়ে পরি।” | È disgustoso.” |
15 | শ্যানন পার্ক | Shannon Park |
16 | “আরিজোনার সাংসদ আর কর প্রদানকারীদের দেয়া সাধারণ বিশ্বাস আর তথ্যের বৈপরীত্যে এডিওসিতে সিও২ পদের কমতি আছে। | Sempre in Arizona c'è Shannon Park, scrittore e attivista per i diritti umani. |
17 | এত কম যে একটা ইউনিটকে চালানোর মতো সংখ্যক প্রহরী রাখতে অন্য ইউনিট থেকে প্রহরী আনতে হয়। | Park, sul blog Persevering Prison Pages [in] spiega che nel carcere in cui si trova c'è carenza di personale. |
18 | আর সাংসদরা বর্তমানে কাজ করছেন এডিওসির সিও২ এর সংখ্যা কমিয়ে ৬১৪ করাতে। বেশী ভীড়ের মধ্যে কর্মীর সংখ্যা কম থাকা ক্ষতিকর হতে পারে। | “Contrariamente a quanto si pensa, e alle informazioni che ricevono i legislatori e i contribuenti dell'Arizona, all'ADOC (Arizona Department of Corrections) scarseggiano gli agenti penitenziari. |
19 | বিশেষ করে এমন জায়গায় যেখানে মাদক, হতাশা, ক্ষুদা ও হিংস্রতা বিদ্যমান আর আসক্তরা বিশ্বাস করে যে তাদের হারানোর কিছু নেই।” | Al punto che le guardie devono essere spostate da un'unità all'altra per avere il numero minimo di agenti necessario a garantirne il funzionamento. |
20 | পার্ক অন্য কিছু সেলের সদস্যদের কাজের বর্ণনা করেছেন যার মধ্যে হেরোইনসহ অন্যান্য মাদকের ব্যবহার আছে। | E i legislatori sono ora in procinto di ridurre a 614 il numero di agenti all'ADOC. Essere a corto di personale e al tempo stesso in condizioni di sovraffollamento può rivelarsi assai pericoloso. |
21 | তিনি বলেছেন কর্মীর অভাবে কয়েদীদের উপর নজর রাখা ও দেখাশোনা ঠিকমত হচ্ছে না। | Specialmente in un posto pieno di droga, frustrazione, rabbia, ostilità e tossici che pensano di non avere niente da perdere.” |
22 | ফ্রেন্ডস অফ প্রিজনার্স ব্লগে সাম্প্রতিক একটা পোস্ট পাঠকদের কাছে আবেদন করেছে চারজন মানসিকভাবে অসুস্থ বন্দীর সাথে পেন ফ্রেন্ড (চিঠির মাধ্যমে বন্ধু) হওয়ার। | Park va avanti a descrivere alcune attività a cui si dedicano altri compagni di cella, compreso l'uso di eroina e altre droghe. Dice che non ci sono controlli per via del personale ridotto. |
23 | এই চারজনের একজন উইস্কন্সিনের জেমস স্মাইশার যিনি লিখেছেন তাকে আলাদা করে রাখা হয়েছে: | Sul blog Friends of Prisoners [in] recentemente in un post si chiedeva ai lettori di diventare amici di penna di quattro detenuti con problemi di salute mentale. |
24 | “যারা খেয়াল করেন, ভালোবাসেন আর অন্যকে বোঝেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। | Uno di questi è James Schmeisser, del Wisconsin, che scrive di essere in isolamento. |
25 | আমার বর্তমান অবস্থার কারনে আমি এই মুহুর্তে অনেক চাপে আছি। | “Un saluto a coloro che si preoccupano, che amano, che comprendono. |
26 | সপ্তাহে তিনদিন ২৪ ঘন্টা আর সপ্তাহে ৪ দিন ২৩ ঘন্টা একা থাকি আমি। | In questo momento sono alquanto stressato a causa della mia attuale condizione. |
27 | আমার কোন পারিবারিক অবলম্বন, মানসিক অবলম্বন, বন্ধুত্বের অবলম্বন ইত্যাদি নেই। | Sono in isolamento 24 ore al giorno per 3 volte a settimana, e 23 ore per 4 volte a settimana. |
28 | অনেক লোকের মতো আমি ভুল করেছি আর তার জন্য আমি আর আমার বাচ্চারা ভুগেছি আর আমি আসলে জানিনা কি করতে হবে। শয়তান সজাগভাবে আমার জীবনের সব কিছু ধ্বংস করছে। | Non ho nessun supporto dalla famiglia o da amici, né altro sostegno morale, ecc. Come la maggior parte delle persone ho commesso degli errori, io e i miei figli ne abbiam pagato le conseguenze, non so davvero cosa fare più. |
29 | এর মধ্যে আমার ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা, আমার পিঠ আসলেই দেয়ালে ঠেকে গেছে আর আমি মানসিক, মনস্তাত্বিক আর শারীরিকভাবে কষ্ট পাচ্ছি।” | Il diavolo ha proprio deciso di distruggermi tutto nella vita, compresi i miei tentativi di essere un uomo migliore. Sono con le spalle al muro e sto veramente soffrendo mentalmente, emotivamente e fisicamente.” |
30 | জেলের ভেতরেও কার্যক্রম চলছে শাক৭ নামে একটা দল দ্বারা, যাদেরকে জেলে দেওয়া হয়েছে কুখ্যাত পশু পরীক্ষার ল্যাব, হান্টিংডন লাইফ সাইন্সেস বন্ধের প্রচারণা করার জন্য। | In prigione non manca certo l'attivismo, con gli aderenti a un gruppo chiamato SHAC7 [in], in carcere per “essersi impegnati per far chiudere un famigerato laboratorio di sperimentazione sugli animali, l'Huntingdon Life Sciences.” |
31 | দলের এক সদস্য, জশ হার্পারের নিজ নামে একটা ব্লগ আছে। | Uno dei membri del gruppo, Josh Harper ha un blog col suo nome [in]. |
32 | তার সাম্প্রতিক পোস্টে তিনি লিখেছেন যে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আর অস্বীকার করেছেন জেলকে তার বাড়ী হিসাবে মেনে নিতে। | Nell'ultimo post scrive [in] che continua a lottare e rifiuta l'idea di ambientarsi al carcere. |
33 | “আজ পর্যন্ত দেশ আমার জীবন থেকে দুই বছর চুরি করেছে। | “Finora lo Stato mi ha rubato due anni di vita. |
34 | ২০০৬ এর ১৬ই নভেম্বর আমি ফেডারেল ডিটেনশন সেন্টারে এসেছিলাম। একটা পশুর ল্যাব বন্ধের বিতর্কিত পদ্ধতির বিরুদ্ধে প্রচারণা করায় আমাকে উলঙ করে একটা জাম্পসুট দেয়া হয় আর একটা সেলে ফেলে দেয়া হয়। | Il 16 novembre 2006 sono entrato nel vicino Centro di detenzione federale, sono stato spogliato di tutto, fornito di una tuta e gettato in una cella per aver appoggiato tattiche controverse allo scopo di far chiudere un laboratorio di sperimentazione animale. |
35 | প্রথম যেসব বন্দীর সাথে আমার দেখা হয় তারা কিছু পরামর্শ দেয়- ভুলে যেতে চেষ্টা করো যে তুমি এখানে। সময়ের কথা চিন্তা করবে না। | I primi detenuti che ho incontrato mi hanno dato dei consigli: cerca di dimenticare che ti trovi qui; non pensare al tempo che passa; fai del tuo meglio per non ricordare il mondo là fuori. |
36 | খুব চেষ্টা কর বাইরের পৃথিবী সম্পর্কে চিন্তা না করতে। | |
37 | কি ভয়ঙ্কর পরামর্শ! | Che consigli orrendi! |
38 | যদিও আমার জীবন কঠিন হতে পারে, আমি আশ্বস্ত যে আমি আমার শ্বাসরুদ্ধকর অবস্থাতেও ফুঁসছি। | Per quanto ciò possa rendermi più dura la vita, mi risolleva il fatto di essere ancora furioso per la carcerazione. |
39 | আমি কখনই একজন গৃহপালিত লোক হতে চাইনা যে ক্রমে গরাদ আর কাটাতার দেখা বন্ধ করে এই জায়গাকে নিজের বাড়ি ভাবতে শুরু করে। | Non voglio mai diventare uno di quelli addomesticati che pian piano smettono di vedere le sbarre e il filo spinato, considerando questo luogo come casa loro. |
40 | আমি সমস্ত অনুভূতি দিয়ে জেলকে ঘৃণা করি। | Odio il carcere con tutto me stesso. |
41 | এই ঘৃণা আমাকে জানায় যে আমি এখনো পাগল হইনি।” | Ciò mi fa capire che sono ancora sano di mente.” |