Sentence alignment for gv-ben-20090217-1625.xml (html) - gv-ita-20090218-684.xml (html)

#benita
1মিশরকে এগিয়ে নিচ্ছেন যেসব নারীরাEgitto: donne alla riscossa
2অন্যান্য অনেক দেশের নারীর মতো মিশরীয় নারীরাও অনেক সম্ভাবনার অধিকারী যখন তারা তাদের ক্ষমতা মুক্তভাবে প্রয়োগ করতে পারে।Le donne egiziane, così come tutte le altre, sono in grado di fare molto se messe in condizione di esprimere il loro enorme potenziale.
3ইভা হাবিল, পাসান্ত রিফাত আর রাদওয়া সাদ এল দিন এমন মহিলা যারা তিন ভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।Eva Habil, Passant Refaat e Radwa Saad El Din sono tre donne che hanno conquistato posizioni di rilievo in tre campi diversi.
4২০০৮ সালের ডিসেম্বরে গ্লোবাল ভয়েসেসে আমি মুসলিমাহ মিডিয়া ওয়াচ থেকে উদ্ধৃতি করেছিলাম যারা ইভা হাবিল সম্পর্কে ব্লগ করেছিলেন। ৫৩ বছরের এই খ্রীষ্টান আইনজীবি গত ১৪ই ডিসেম্বর মিশরের প্রথম মহিলা মেয়র হন।Lo scorso dicembre, ho citato un'intervista da Muslimah Media Watch [in] con Eva Habil, avvocato 53enne di religione cristiana che, il 14 dicembre, è diventato la prima donna sindaco egiziana [in] nella circoscrizione di Komboha, una zona rurale nell'Egitto meridionale dove vive una grande comunità di religione copta [it] .
5তিনি প্রতিনিধিত্ব করেন কম্বোহাকে যা মিশরের উপরের দিকের কোপ্টিক সেক্টের জনসংখ্যা বহুল একটি রক্ষণশীল গ্রাম্য শহর।Sul suo blog, Ayam wa Ayam, Shaymaa El Gammal ha intervistato Passant Refaat [in], la prima donna disc-jockey egiziana:
6সায়মা আল জামাল তার আয়াম ওয়াইয়াম ব্লগে মিশরের প্রথম নারী ডিজে (ডিস্ক জকি) পাসান্ত রিফাতের একটি সাক্ষাৎকার নিয়েছেন:
7সায়মা: আর আপনার বাকী পরিবারের কি খবর?Shaymaa: Come si è comportato il resto della tua famiglia?
8তারা কি আপনাকে সমর্থন করছে?Ti hanno sostenuta?
9কিভাবে?E in che modo?
10পাসান্ত: আমার পরিবারের সমর্থন ছাড়া আমি প্রথম নারী ডিজে হতে পারতাম না।Passant: Senza l'aiuto della mia famiglia non sarei mai stata in grado di diventare la prima DJ in Egitto.
11আমার ভাই তারেক আমাকে ডিজে হওয়ার কলা শিখিয়েছে আর কোন কিছুতে আমার অসুবিধা হলে আমাকে সমর্থন আর সাহায্য করেছে।A cominciare da mio fratello Tarek, il quale mi ha insegnato questa professione standomi sempre vicino e dandomi man forte nei momenti difficili.
12আমার মার কথা বলতে - আমি মাত্র ১৫ বছরের ছিলাম আর আমার জন্য এগিয়ে যাওয়া কঠিন ছিল কিন্তু তিনি আমাকে সব সময়ে সাহায্য করেছেন আর আরো দূর যাওয়ার আর ভালো করার প্রেরণা দিয়েছেন।Per quanto riguarda mia madre, avevo solo 15 anni ed è stato difficile per me, ma lei è stata sempre presente, mi ha convinto a non mollare mai e cercare di fare sempre meglio.
13আমার ভাই আহমেদ সব সময়ে আমার সাথে যেত, কারন একটা মেয়ের পক্ষে রাত্রে ক্লাব বা পার্টিতে দেরি করে থাকা কঠিন, তারা আমাকে সমর্থন করেছে আর সাহায্য করেছে আমার মধ্যকার ডিজে এর প্রতিভাকে বিকশিত করতে।Anche l'altro mio fratello, Ahmed, mi ha sempre accompagnato, perché per una ragazza è davvero problematico star fuori fino a tardi tra locali e feste, tutti mi hanno sostenuta aiutandomi a liberare il mio talento da DJ.
14সায়মা: নারী ডিজে হিসাবে কি ধরনের বাঁধার সম্মুখীন হয়েছেন?Shaymaa: quali sono gli ostacoli che hai affrontato come DJ donna?
15পাসান্ত: আমি দৈনিক ১২ ঘন্টা গান নিয়ে কাজ করতাম যেটা মাঝে মাঝে খুব কঠিন মনে হতো।
16কিন্তু এটা বলতেই হবে যে এর প্রতিটি সেকেন্ড আমি উপভোগ করেছি। আপনি যে কাজ ভালোবাসেন সেটাকে করার আনন্দ কোন কিছু দিয়ে পুরণ করা যায়না।Passant: di solito passo 12 ore al giorno a mixare e provare pezzi, è veramente faticoso, ma devo dire che mi è piaciuto sin dal primo istante.
17কয়েক জায়গায় আমি কাজ করার চেষ্টা করি।Non esiste niente di meglio che fare quello che ti piace.
18কিন্তু উত্তর ছিল, ‘তোমার বয়স অনেক কম আর আমাদের এখানে মেয়েদের কাজ করার অনুমতি নেই' কিন্তু আমি হাল ছাড়িনি। আমি বদ্ধ পরিকর ছিলাম আমাকে যা আনন্দ দেয় তা করার জন্য, যেহেতু প্রথমে সব কিছুই কঠিন।Ho cercato di lavorare in qualche locale, ma la risposta era “sei molto giovane e alle ragazze non è permesso lavorare qui”; tuttavia non ho mai mollato, ero decisa a fare qualcosa che mi rendesse felice ma, come sai bene, all'inizio è tutto difficile.
19সব থেকে বড় বাধা ছিল ডিজে করার পাশাপাশি আমার পড়ালেখা।L'ostacolo più grande è stato conciliare i miei studi con quest'attività.
20সকালে ইউনিভার্সিটি থাকলে রাত্রে দেরী পযর্ন্ত পার্টি থাকা খুব কঠিন ছিল, আর মাঝে মাঝে আমার পরীক্ষার সময়ে পার্টি থাকে, কিন্তু আমি আমার সময় ব্যবহার করতে পারতাম আর আমি দুইটাই করতাম একটা আর একটাকে কোন ধরণের বাধা না দিয়ে।Era davvero complicato lavorare in qualche festa fino a notte fonda per poi andare all'università al mattino, e qualche volta c'erano addirittura dei party durante gli esami, ma sono riuscita a gestire perfettamente il tutto, facendo le due cose allo stesso tempo senza che l'una interferisse con l'altra.
21সায়মা: পুরুষরা নারী ডিজে হিসাবে আপনাকে কিভাবে দেখছে?Shaymaa: cosa pensano gli uomini di te come DJ?
22পাসান্ত: আসলে তারা মনে করেছিল এটা বেশ ভালো, তারা এসে আমার সাথে কথা বলতো আর আমাকে উৎসাহ দিত।Passant: pensano che sia davvero una bella cosa, di solito vengono da me per parlarmi e incoraggiarmi.
23আর একটা পোস্টে সায়মা এল জামাল লিখেছিলেন মিশরের প্রথম নারী তানুরা নৃত্যশিল্পী সম্পর্কে:In un altro post[ar], Shaymaa El Gammal parla della prima danzatrice di tanoura:
24মাত্র ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও রাদওয়া সাদ এল দিন সেই পথে যাওয়ার সংকল্প করেন যে পথে এর আগে কোন মেয়ে যায়নি আর শুধু পুরুষ শাসিত ছিল।Nonostante la giovane età di 18 anni, Radwa Saad El Din era decisa a intraprendere una strada mai percorsa da un'altra donna prima di lei, entrando in un campo tradizionalmente riservato agli uomini.
25তানুরা নাচ একটি তুর্কি সংস্কৃতি এবং এই তরুনী মেয়ে শিল্পী হঠাৎ করেই এই জগৎে এসে পড়ে।
26বিখ্যাত তানুরা শিল্পী সামি এল সেওয়েসি কয়েকজন মেয়ের মধ্য থেকে তাকে বেছে নেয় এই নাচের টেকনিকের ব্যাপারে প্রশিক্ষণ দেয়ার জন্য।La giovane ha scoperto la danza della Tanoura, mutuata dalla cultura turca, per puro caso; Sami El Seweisy, uno dei più famosi ballerini di Tanoura, l'ha scelta tra poche altre ragazze per insegnarle questa danza.
27তিনি এই নাচকে নতুন রুপে উপস্থাপন করতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন মেয়েদের সংখ্যা কমতে থাকে যখন শেষ পর্যন্ত রাদওয়া ছাড়া আর কেউ ছিল না যে এই কলার প্রেমে পড়ে যায় আর এটাকে পেশা হিসাবে গ্রহন করে।Voleva introdurre in quest'arte elementi innovativi ma, giorno dopo giorno, il numero delle ragazze cominciava a diminuire finché è rimasta solo Radwa, che si è innamorata di questa danza e l'ha trasformata nella sua professione.
28লোকেরা বাহবা দেয় যখন তাদের পুরুষ নৃত্যশিল্পী দেখতে অভ্যস্ত চোখ একজন নারীকে এইসব নাচের ঘূর্ণী দিতে দেখে; কিন্তু রাদওয়া ভীড়ের দিকে লক্ষ্য করেন না যেহেতু তিনি পুরোপুরি সুফি কথা আর তার চলনের মধ্যে ডুবে থাকে।Le folle esultano quando vedono una donna fare le classiche giravolte poiché i loro occhi sono abituati a vederle fare dagli uomini; ma Radwa non se ne preoccupa perché si concentra totalmente sui versi Sufi [it] e sulle movenze.
29তার বাবা, যে অন্য ধরনের শিল্পকে গ্রহন করেন না তাকে তানুরা শিল্পী হতে উৎসাহ দেন।Il padre, che rifiuta altre forme di arte, l'ha indirizzata verso questo genere di danza.
30রাদওয়া জানালেন যে তানুরা মানে স্কার্ট- মেয়েদের পোশাক- তাই নাচটা কেন পুরুষদের হবে?Radwa afferma che originariamente “tanoura” indicava una gonna - un abito femminile - dunque perché dovrebbe essere fatta dai maschi?
31রাদওয়ার তানুরার ওজন ১৫ কেজি যেটা সহ তিনি যখন তার ২০ মিনিটের ঘূর্ণনাচন করেন মনে হয় তখন তা যেন গায়েব হয়ে যায়।La tanoura usata da Radwa pesa 15 Kg, ma questo peso sembra svanire quando la ragazza si esibisce nei suoi 15 minuti di giravolte.