Sentence alignment for gv-ben-20110814-19366.xml (html) - gv-ita-20110814-43690.xml (html)

#benita
1বিশ্বঃ ১১-১১-১১ তারিখে, বিশ্বকে আপনার জীবন কাহিনী জানান11 novembre 2011: unisciti e condividi la tua vita con il mondo
2এই পোস্টটি বিশ্ব উন্নয়ন-২০১১ উপলক্ষ্যে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3১১ নভেম্বর, ২০১১ তারিখে আপনি কি করতে যাচ্ছেন?Cosa starai facendo l'11 novembre del 2011?
4১১ইলেভেনপ্রজেক্ট এর মাধ্যমে বাকি বিশ্বকে এই দিনের ঘটনা জানান এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে সাহায্য করুন!Condividilo con il resto del mondo tramite l'11Eleven Project [en, come tutti gli altri link, eccetto ove diversamente indicato] (Progetto 11Undici), aiutando così le Nazioni Unite a conseguire gli Obiettivi di Sviluppo del Millennio.
5আপনার জীবন এবং জগতের চারপাশ সম্বন্ধে আমাদের কিছু বলুন।Raccontaci qualcosa di te, della tua vita e del mondo che ti circonda.
6আপনার কাহিনী আমাদের কাছে গুরুত্বপুর্ণ, তাই ১১.La tua storia per noi è importante, perciò ti chiediamo di partecipare al progetto.
7১১.২০১১ তারিখে আমাদের সাথে যোগ দিন এবং কিছু তথ্য ধারণ করে রাখুন। ১১. ১১.২০১১ বা ১১ নভেম্বর ২০১১ তারিখের পর-আপনাকে ছবি, চলচ্চিত্র অথবা অডিওতে ধারণ করা কাহিনী জমা দিতে বলা হবে।Dopo l' 11.11.2011, ti verrà chiesto di presentare una foto, un video o un file audio che entreranno a far parte di tre progetti speciali: un libro fotografico, una compilation musicale e un film documentario.
8আর এই সব বিষয়কে আমরা তিনটা আলাদা বিশেষ প্রকল্পে বিভক্ত করব। এর একটি হবে ছবি সম্বলিত বই, একটি হবে বিশ্বের বিভিন্ন সঙ্গীতের সংগ্রহ, এবং একটি তথ্যচিত্র তৈরি করা হবে।I fondi raccolti grazie ai 3 progetti andranno a sostenere le associazioni benefiche che si impegnano ad aiutare l'umanità contribuendo al raggiungimento degli 8 Obiettivi di Sviluppo del Millennio delle Nazioni Unite.
9এই উদ্যোগের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা সেই সব সাহায্য সংস্থার কাছে যাবে যারা জাতিসংঘের ৮টি সহস্রাব্দের ৮ টি নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে।
10১১-১১-১১ ক্রিয়েটিভ মাইন্ড ইউনিট - আর মাত্র তিন মাস বাকি!11-11-11 Menti Creative Unite - 3 mesi alla partenza!
11ইউটিউবের এই ভিডিওটি ১১ ইলেভেনপ্রজেক্টেরVideo di 11Eleven Project su Youtube
12১১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের জন্য আপনি যোগ দিতে পারেন (সাইন আপ) এবং এর সাথে যুক্ত হবার জন্য নিজের নাম নিবন্ধন করতে পারেন, এর জন্য আপনাকে ১১ নভেম্বরে আপনার জীবনের খানিকটা অংশ, চলচ্চিত্র, ছবি অথবা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হবে।
13এছাড়া এই বার্তাটি ছড়িয়ে দেবার জন্য আপনি আপনার শহরের একজন দূত হিসবে কাজ করতে পারেন এবং এই প্রকল্পে আপনার সম্প্রদায়ের কণ্ঠস্বর যাতে যুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করতে পারেন।A partire dall'11 agosto ci si puoi iscrivere e registrare online per partecipare l'11 novembre documentando un pezzetto della tua vita.
14ফেসবুকে এবং টুইটারে আপনি ১১ইলেভেন প্রজেক্টকে অনুসরণ করতে পারেন, যাতে উক্ত প্রকল্পের দৈনন্দিন কার্যকলাপের তাজা সংবাদ জানতে পারেন।Basta avere una video, foto o della musica, si può diventare ‘Ambasciatore' diffondendo il messaggio nella propria città, dando così voce alla propria comunità.
15এরপর ১১ নভেম্বর, ২০১১-এ (১১/১১/১১) আপনার কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, অথবা অডিও রেকর্ডার নিয়ে বের হয়ে পড়েন এবং আপনার জীবনের একটি অর্থপূর্ণ অংশকে ধারণ করুন।Puoi seguire 11Eleven Project su Facebook e Twitter per rimanere aggiornato sulle sue attività. Poi, l'11 novembre 2011 (11/11/11) accendi il tuo computer, cellulare, macchina fotografica o registratore e documenta, in qualsiasi lingua, una parte significativa della tua giornata.
16আর এটা যে কোন ভাষায় করতে পারেন। ১১ নভেম্বর এর পরে আপনার ভিডিও, ছবি অথবা সঙ্গীত জমা দিন এবং ১১ ইলেভেন-এর টিম এটিকে একটা ছবিতে পরিণত করবে।Dopo l'11 novembre, inoltraci video, fotografie o musica e il team di 11Eleven Project provvederà a montarne il contenuto per trasformarlo in un film.
17২১ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে।Il 21 Settembre 2012, il video documentario verrà proiettato nel corso della Giornata Internazionale dell'ONU per la Pace.
18জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস)১১ইলেভেন প্রজেক্ট এর গ্লোবাল ভয়েসেস এক অংশীদার।Global Voices sta collaborando con 11Eleven Project per far crescere la consapevolezza riguardo ai Millenium Development Goals (MDGs) [Obiettivi di Sviluppo del Millennio dell'ONU].
19১১ নভেম্বর ২০১১, বা ১১/১১/১১ তারিখে আমরা বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মানবতাকে নির্মাণ করার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হউন।A novembre, esattamente l'11/11/11, invitiamo i cittadini del mondo ad aiutarci a creare un ritratto condiviso dell'umanità con foto, video, audio e post che raccontino questa giornata.
20এই দিনে ছবি, চলচ্চিত্র, অডিও বা ব্লগপোস্টের মাধ্যমে মানবিক বিষয় তুলে ধরুন।
21এখানে মুল যে বিষয়টি হচ্ছে নিজেকে উপস্থাপন করা।Non serve far riferimento agli MDG, l'importante è che TI rappresenti .
22আপনি ৮টি উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে আরো পাঠ করতে পারেন এবং আমাদের বিশেষ পাতায়, আর কি ভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায সে বিষয়ে লিখতে পারেন।Per documentarti meglio sulle 8 sfide per lo sviluppo e le misure adottate per conseguirle entro il 2015, consulta la nostra Sezione Speciale.
23এ ছাড়া আমারা “আগামী ১০০ বছর পর আমরা বিশ্বকে কি ভাবে দেখতে চাই, এই বিষয়ে ব্লগ লেখার জন্য সবাইকে উৎসাহিত করছি। এখানে এমডিজিকে গুরুত্ব দিয়ে বিষয়টি লিখতে হবে।Incoraggiamo infine tutti a scrivere un post sui propri blog sul tema “Il mondo che vorremmo avere tra 100 anni”, enfatizzando l'importanza degli MDG.
24সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল) -এর সাথে লিঙ্ক যুক্ত করুন এবং আমরা আপনার ব্লগ পোস্টের পাতাকে সেখানে যুক্ত করব।Linka al tuo post la nostra pagina Millenium Development Goals e noi lo inseriremo in una lista di post dello Speciale.
25কাজে ১১/১১/১১ তারিখে মানবতার জন্য আমাদের সাথে যুক্ত হউন ।Unisciti a noi, e l'11/11/11 celebriamo assieme l'umanità!