Sentence alignment for gv-ben-20110716-18855.xml (html) - gv-ita-20110718-42491.xml (html)

#benita
1ভারতঃ সন্ত্রাসের ঘটনার পর মুম্বাইয়ের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসাIndia: reazioni online ai nuovi attentati di Mumbai
2এমনটা নয় যে মুম্বাই এই প্রথম কোন সন্ত্রাসী হামলার শিকার হল।Non è la prima volta che Mumbai è vittima di un attacco terroristico.
3ক্রমশ বাড়তে থাকা ভারতে এই বিশাল নগর ১৯৯৩ সাল থেকে বেশ কয়েক বার বোমা হামলার শিকার হয়েছে এবং বিশেষ করে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি বিশ্ববাসী, বিশেষ করে ভারতীয় অনেকর মনে এখনো তাজা।Dal 1993 la frenetica megalopoli indiana è stata teatro di numerose esplosioni [en, come gli altri link, eccetto ove diversamente segnalato], e il ricordo dei terribili avvenimenti del 2008 [it] ancora ossessiona molte persone in giro per il mondo, soprattutto cittadini indiani.
4বুধবার, ১৩ জুলাই, ২০১১ প্রায় সন্ধ্যা ৭. ০০ টার সময়, জ্যাভিয়ার বাজার, অপেরা হাউজ এবং দাদর-এ, তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, এর সবগুলো ছিল জনাকীর্ণ এলাকায়।Mercoledì 13 luglio, intorno alle 19.00, tre bombe sono esplose in modo coordinato nel mercato di Zaveri Bazar, all'Opera House e nella zona di Dadar, tutte aree affollate.
5জ্যাভিয়ার বাজার দক্ষিণ মুম্বাইয়ের এক অন্যতম ব্যস্ত বাজার।Lo Zaveri Bazar, nella zona sud di Mumbai, è un mercato frequentato da milioni di visitatori ogni giorno.
6এ পর্যন্ত প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, এই ঘটনায় অন্তত ২১ জন ব্যক্তি নিহত হয়েছে এবং অজস্র মানুষ আহত হয়েছে।Secondo le notizie riportate finora, almeno 21 persone sarebbero rimaste uccise e decine ferite.
7নাগরিকদের উপর পরিচালিত এই সন্ত্রাসী হামলার কারণে সারা মুম্বাই জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।I cittadini di Mumbai hanno rivissuto un giorno di terrore, ed è stata subito dichiarata la massima allerta.
8দাদর এলাকার ডি'সিলভা হাই স্কুলের কাছে যে এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে, মুম্বাই পুলিশ সেই এলাকাটি পরীক্ষা করছে।La polizia di Mumbai esamina il luogo della deflagrazione vicino alla scuola superiore D'Silva nella zona di Dadar.
9ছবি প্রদীপ পালিওয়ালের।Immagine di Pradeep Paliwal.
10কপিরাইট ডেমোটিক্সের। ১৩ জুলাই,২০১১Copyright Demotix, 13 luglio 2011.
11এখন পর্যন্ত কোন সংগঠন আজকের এই বোমা হামলার দায দায়িত্ব স্বীকার করেনি।Finora nessuna organizzazione ha rivendicato gli attentati del 13 luglio.
12এই ঘটনার পর দ্রুতই সামাজিক প্রচার মাধ্যম সেই একই রকম ব্যস্ত হয়ে উঠে, যেমনটা নেট নাগরিকরা, ২০০৮ সালের ঘটনায় ব্যস্ত হয়ে উঠেছিল।La scena dei social media è stata molto attiva, proprio come era successo durante gli attacchi del 2008.
13দিনা মেহতার মত টুইটারকারী এই ঘটনায় নিয়মিত তাজা সংবাদ প্রদান করে গিয়েছে এবং কি ভাবে হামলায় আহত ব্যক্তিদের সাহায্য করতে হবে, সে তথ্য জানিয়েছে।Utenti di Twitter, come Dina Mehta, sono stati pronti a fornire aggiornamenti costanti sulle notizie e su come offrire aiuto.
14এই বারের বোমা হামলায় আমরা কিছু নেট নাগরিকদের কাজ থেকে আরো সংগঠিত এক প্রচেষ্টা লক্ষ্য করলাম।Questa volta si è notato uno sforzo più ampio da parte di molti netizen:
15@দিনা: মুম্বাই-এর বোমা হামলায় সাহায্যের জন্য একটি তালিকা (স্প্রেডশিট) করা হয়। সারা শহর জুড়ে যে সব ব্যক্তি সাহায্য করতে ইচ্ছুক তাদের তালিকা একটি উন্মুক্ত ডক-এ (ডকুমেন্ট)https://spreadsheets.google.com/spreadsheet/lv?hl=en_US&key=tE-okpwwYgQavia5opgZSEA&toomany=trueরাখা হয়েছে #মুম্বাইব্লাষ্ট@Dina: Il foglio di lavoro mumbai help - offerte di aiuto in tutta la città raccolte in un file OpenDocument https://spreadsheets.google.com/spreadsheet/lv?hl=en_US&key=tE-okpwwYgQavia5opgZSEA&toomany=true #mumbaiblasts
16উপরের টুইটারের এই ডকুমেন্টের শিরোনাম “ মুম্বাইয়ের সাহায্যের প্রয়োজন,” এটা দৃশ্যমান হওয়া শুরু করে নিতিন সাগরের টুইটে। এর সাথে আরো কয়েকজন মুম্বাইয়ের বাসিন্দাদের জন্য সাহায্যের জন্য যোগাযোগের নাম্বার এবং অন্য সব সব তথ্য সরবরাহ করেছে।Il documento citato nel Tweet di cui sopra, intitolato “Mumbai Help“, figura come creato da Nitin Sagar: come vari altri documenti, fornisce contatti e altre informazioni per i cittadini di Mumbai, e raccoglie spiegazioni su come offrire il proprio aiuto.
17আর তারা যে ধরনের সাহায্য করতে পারে সে ধরনের সাহায্যের তালিকা একত্রিত করেছে।In poche ore sono state messe online varie liste dei morti e dei feriti.
18এক ঘণ্টার মধ্যে অনলাইনে মৃত এবং আহতদের তালিকা তৈরি করা হয়।BloodAid ha fatto circolare via Twitter informazioni sulla donazione di sangue.
19ব্লাডএইড টুইটারের মাধ্যমে রক্ত দেবার আহ্বান সবখানে ছড়িয়ে দিয়েছে। উশাহিদি ভিত্তিক একটি ক্রাউড সোর্সিং সাইট মুম্বাই ইউনাইটস অনলআইনে স্থাপন করা হয়।È stato messo online anche un sito crowdsourcing di informazioni basato sulla piattaforma Ushahidi, dal titolo Mumbai Unites.
20উইকিপিডিয়ার পাতায় সব সময় তাজা সংবাদ যোগ করা হচ্ছিল।La pagina di Wikipedia sta aggiornando le ultime notizie.
21মূল ধারার প্রচার মাধ্যমও তাদের নিজস্ব উপায়ে ক্রাউড সোর্সিং করেছে,ওয়াল স্ট্রিট জার্নাল, দি গার্ডিয়ান এবং রয়টার্সলাইভ ব্লগ করেছে, এবং মিড ডে সরাসরি টুইট করেছিল।Anche le testate tradizionali hanno approntato un proprio “crowdsourcing”, come i blog in diretta al Wall Street Journal, The Guardian, Reuters e i Tweet del Mid Day.
22বোমা বিস্ফোরণে আহত একজনকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।Una vittima delle bombe mentre viene portata al JJ Hospital a Mumbai.
23ছবি প্রদিপ পালিওয়ালের।Foto di Pradeep Paliwal.
24কপিরাইট ডেমেটিক্সের,১৩ জুলাই,২০১১Copyright Demotix 13 luglio 2011.
25কিছু ছবির কারণে জনতা আতঙ্কিত হয়ে উঠে, যে সব ছবি অনলাইনে ছবি প্রচারিত হয়েছিল।La gente è sconvolta dalle fotografie che circolano in rete:
26আনন্দরাইটস:#মুম্বাইব্লাস্ট-এর আতঙ্ক ধরানো কিছু ছবি দেখলাম।AnandWrites: Alcune delle prime, raccapriccianti foto di #MumbaiBlasts.
27বেদনাদায়ক।Tragiche.
28যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে কেবল ক্লিক করুন। http://bit.ly/qRopPX + http://bit.ly/ohA1ofClicca solo se ti senti preparato: http://bit.ly/qRopPX + http://bit.ly/ohA1of
29এই ঘটনার পর কিছু গুজবের জন্ম হয়, কিন্তু নেট নাগরিকরা তা দ্রুত প্রশমিত করে।C'erano state voci, presto dissipate dai netizen.
30পিওভি-তে হারিনি কালামুর টেলিভিশনে প্রচারিত সংবাদের সমালোচনা করেন:Harini Calamur critica la copertura televisiva su POV:
31যখন এর জন্য সাহায্যের আহ্বান করা হল, সে সময় আমরা আলাপ করছিলাম এবং চলচ্চিত্র, জীবন এবং জীবনের অন্য বিষয়ে মগ্ন ছিলাম।Stavamo chattando o raccontandoci le ultime novità su film, vita e altre cose quando arrivò la telefonata.
32মুম্বাইয়ের তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায়।Tre esplosioni a Mumbai.
33এরপর সবাই টেলিভিশনে চোখ রাখা শুরু করে।Accendemmo la TV.
34কয়েকজন ব্যক্তি-‘যারা সাংবাদিক' তারা আর্ত চিৎকার এবং গর্জন করছিল, উপস্থাপকরা উল্লাসধ্বনি দিচ্ছিল (তিনটি টিভি চ্যানেল-তাদের আচরণ)।Gente, “giornalisti”, che gridava. I conduttori che sembravano gongolare (cambiato tre canali: stesso atteggiamento).
35প্রত্যক্ষদর্শীরা একটি চক্রের ভুমিকা পালন করছিল।Testimoni oculari mandati in onda in loop.
36তৃতীয়বারের মত জেকেডি একেবারে সঠিকভাবে প্রত্যক্ষ্যদর্শীর ভাষায় সবকিছু উপস্থাপন করতে সক্ষম হয়, এবং এরপর সে (জেকেডি) একটি গুরুত্বপুর্ণ প্রশ্ন করে-এই সব আজে বাজে সংবাদের বদলে, কেন তারা ঠিক কোন জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে তা জানাচ্ছে না।Alla terza volta JKD era in grado di pronunciare perfettamente le parole di un testimone oculare. E poi (JKD) ha fatto una domanda importante: perché non ci dicono esattamente dove sono avvenuti gli scoppi invece di queste fesserie?
37কোথায় বোমা বিস্ফোরিত হয়েছে, দাদর-এর কোন এলাকায়, জ্যাভিয়ার বাজার-এর কোনখানে, কোন জায়গায়??Dove precisamente a Dadar, dove nello Zaveri Bazar?
38হারিনি কালামুর-এর সাথে যোগ করেছে:Dove?? Harini prosegue:
39যদি আমরা এমন এক সমাজে বাস করি যা খোলামেলা এবং প্রায় উন্মুক্ত- তার জন্য একটা মূল্য প্রদান করতে হবে- কারণ সবসময় এমন একদল লোককে পাওয়া যাবে, যারা আঘাতের মাধ্যমে আবার সব কিছুকে আগের মত স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা এবং গতিশীলতকে (স্পিরিট) নষ্ট করে ফেলতে চাইবে।Se vogliamo vivere in una società piuttosto aperta e per lo più libera, c'è un prezzo da pagare, perché ci sarà sempre qualcuno che vorrà fiaccare i nostri spiriti e la nostra capacità di recupero attraverso la violenza.
40এবং লেখিকা সঙ্কটকালীন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ভালো দিক দেখতে পাচ্ছেন:Ed è fiduciosa sulla gestione della crisi:
41অবশ্যই এই ঘটনায় প্রশ্ন তৈরি হবে এবং তার উত্তর প্রদান করা হবে।Naturalmente ci saranno domande da fare e alle quali rispondere.
42তবে এই ঘটনায়-একসাথে থুথু নিক্ষেপ না করে, সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।Ma per oggi, a parte qualche uscita a vanvera isolata, sembra esserci accordo.
43ডেথ এন্ডস ফান এ দিলিপ ডি সোউজা নামের আরেক ব্লগার বর্ণনা করেন, কি ভাবে বিস্ফোরণের শোরগোলের মাঝেও মুম্বাইয়ের জীবন স্বাভাবিক ভাবে চলছিল।Un altro blogger, Dilip D'Souza, descrive su Death Ends come la vita vada avanti come sempre a Mumbai in mezzo a tutto il clamore per le esplosioni.
44টুইটারে ঘটনার সাথে সাথে আসা (রিয়াল টাইম) প্রতিক্রিয়ার বিষয়ে (#মুম্বাইব্লাষ্ট) হ্যাশট্যাগ ব্যবহার করুন।Segui su Twitter le reazioni in tempo reale (#MumbaiBlasts).
45এছাড়াও আপনারা টুইটের উপর তৈরি করা কোলাজ কাহিনীপড়তে পারেন, যেগুলো সংগ্রহ করেছে গ্লোবাল ভয়েসেস-এর লেখক এস্টেরিস মাসুরাস, যে কিনা গ্রীসের থিসালোনোকিতে বাস করে।È disponibile anche lo Storify collage di Tweet curato dal collaboratore di Global Voices Asteris Mesouras, che vive a Salonicco, in Grecia.