# | ben | ita |
---|
1 | মিয়ানমারের ধর্মীয় উৎসব, স্থাপত্যপ্রেমীরা ইয়াঙ্গুনের এই ছবিগুলো দেখতে পারেন | Myanmar: blog raccolgono foto del ricco patrimonio architettonico di Yangon |
2 | ইয়াঙ্গুনের সবচে' পরিচিত জায়গা শ্বেডাগন প্যাগোডা। | Il punto di riferimento più famoso di Yangon, la Pagoda Shwedagon. |
3 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la guida architettonica di Yangon (DOM Publishers, 2015) |
4 | ২০০৬ সালে সামরিক সরকার নাইপিডো রাজধানী সরিয়ে নেয়ার আগে ইয়াঙ্গুন (সাবেক রেঙ্গুন) ছিল মিয়ানমারের রাজধানী শহর। | Yangon (meglio nota come Rangoon) era la capitale del Myanmar prima che il governo militare trasferisse il centro amministrativo a Naypyidaw nel 2006. |
5 | এটা শুধু দেশটির রাজধানী শহরই ছিল না, দেশের সবচে' বড় এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্রও ছিল। তাছাড়া ঐতিহাসিক ভবন ও ধর্মীয় স্থাপনার জন্য শহরটি বিখ্যাত। | Sebbene non sia più la capitale è ancora la città più grande e il più importante centro commerciale del paese. |
6 | সম্প্রতি ইয়াঙ্গুনের এই “সমৃদ্ধ স্থাপত্যিক ঐতিহ্য” নিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। | È anche conosciuta in tutto il mondo per i suoi monumenti religiosi e per gli innumerevoli edifici storici. |
7 | ম্যানুয়েল ওকা, বেন বানসাল আর এলিয়ট ফক্স মিলে উদ্যোগটি নিয়েছেন। আর এই বইয়ের জন্য তারা ফেসবুক এবং টাম্বলারে পেজ তৈরি করেছেন। | Il “ricco patrimonio architettonico” di Yangon è presentato nel libro di prossima uscita di Manuel Oka, Ben Bansal, e Elliott Fox. |
8 | এই পেজগুলোতে এসে সবাই ইয়াঙ্গুনের পরিচিত এবং অপরিচিত সব ধরনের স্থাপনার ছবি দেখতে পারেন। তাছাড়া পেজগুলোর উদ্যোক্তারা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য সাধারণ বার্মিজদের কাছেও তথ্য-সহ এ ধরনের আরো ছবি আহবান করেছেন। | Durante la preparazione, i tre hanno creato delle pagine su Facebook [en, come tutti i link seguenti] e Tumblr, nelle quali gli utenti potevano trovare le fotografie delle costruzioni più o meno famose di Yangon. |
9 | গ্লোবাল ভয়েসেস প্রকল্পটি নিয়ে অন্যতম উদ্যোক্তা বেন বানসালের সাথে কথা বলে: | Hanno anche chiesto ai netizen birmani di inviare foto e di fornire descrizioni degli edifici apparsi sul sito. |
10 | মং পালাটিনো (এমপি): প্রকল্পটি শুরু করতে কোন বিষয়টি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে? | Recentement Global Voices ha parlato del progetto con Ben Bansal: |
11 | বিবি:আমরা তিনজন লেখক: আমি, ম্যানুয়েল এবং এলিয়ট। | Mong Palatino (MP): Cosa ti ha ispirato nel dare il via a questo progetto? |
12 | আমাদের তিনজনের দৃষ্টিভঙ্গিই ভিন্ন। | Ben Bansal (BB): Siamo tre autori: io, Manuel e Elliott. |
13 | আমি উন্নয়ন অর্থনীতি নিয়ে কাজ করি। | Ognuno di noi ha una diversa posizione. |
14 | আমি শহরের ইতিহাস এবং শহর গড়ে ওঠার বিষয় নিয়েও উত্সাহী। ম্যানুয়েল স্থাপত্যবিদের পাশাপাশি একজন ছবিয়ালও। | Io mi occupo dello sviluppo economico, sono molto interessato alla storia delle città e alla loro evoluzione. |
15 | বইয়ের চমৎকার সব ছবির জন্য আমরা তার কাছে ঋণী। | Manu, il nostro fotografo, è anche architetto. |
16 | তাছাড়া এসব বিষয়ে তার কারিগরি জ্ঞানও অগাধ। এলিয়ট একজন মানবাধিকার কর্মী। | Gli dobbiamo le incredibili fotografie presenti nel libro e la grande conoscenza tecnica. |
17 | মানবাধিকার নিয়ে তার সব কাজকারবার। | Elliott lavora nel settore filantropico e dei diritti umani. |
18 | মিয়ানমারের আধুনিক রাজনীতি নিয়েও তার জানাশোনা বেশ। | È lui che ha avuto i maggiori contatti con i politici dell'attuale Myanmar. |
19 | ইয়াঙ্গুন আমাদের প্রত্যেকের কথাই বলে। | Yangon parla con tutti noi. |
20 | আমরা আশাবাদী, বইটি এসবের কথাই বলবে। | E speriamo che il libro comunichi tutto questo. |
21 | এমপি: বার্মিজ নেট নাগরিক এবং কর্তৃপক্ষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন? | MP: Quale è stata la reazione dei netizen e delle autorità birmane? |
22 | বিবি:বার্মার ইন্টারনেট ব্যবহারকারীরা খুব চমৎকার মানুষ! | BB: I netizen birmani sono stati fantastici! |
23 | আমরা একটি ফেসবুক পেজ তৈরি করেছি। সেখানে প্রতিদিন একটি ভবন, তার সম্পর্কে কিছু কথা লিখে পোস্ট করি। | Abbiamo creato la pagina Facebook e ogni giorno vi pubblicavamo la foto di un edificio e la relativa descrizione. |
24 | মাত্র কয়েকমাসেই আমরা ৬ হাজারের বেশি অনুসরণকারী পেয়েছি। এদের বেশিরভাগই বার্মার নাগরিক। | In pochi mesi abbiamo ottenuto più di 6.000 follower, ovviamente quasi tutti birmani. |
25 | প্রত্যেক ভবনের সাথে কেউ কেউ আরো তথ্য দিতে পারেন, যা আমরা বইয়ের কাজে ব্যবহার করতে পারবো। | Per ogni edificio, potevamo usare le ulteriori informazioni che chiunque poteva fornirci. |
26 | এদিক দিয়ে দেখলে এটাকে ক্রাউডসোর্সিং অভিজ্ঞতা বলতে পাবেন। | In questo senso, è stato anche un esperimento di crowdsourcing! |
27 | বার্মিজ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কিছু শুনতে পাইনি। | Ma non abbiamo avuto notizie dalle autorità birmane. |
28 | এমপি:আপনি কি মনে করেন না ইয়াঙ্গুনের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ এবং জনপ্রিয় করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার? | Cosa pensi si debba fare per salvaguardare e diffondere la conoscenza degli edifici storici di Yangon? |
29 | বিবি:সংরক্ষণ নীতিমালা তৈরিতে ইয়াঙ্গুন হেরিটেজ ট্রাস্ট খুব ভালো কাজ করছে। | MP: Cosa pensi si debba fare per salvaguardare e diffondere la conoscenza degli edifici storici di Yangon? |
30 | তারা সরকারের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রশংসা পাবার মতো কাজ করেছে। আমরা আশা করবো সরকার তাদের কথা নিয়মিতভাবে শুনবে। | BB: L'organizzazione non governativa Yangon Heritage Trust sta cercando di creare un piano d'azione di salvaguardia con il suo fondamentale e incoraggiante lavoro. |
31 | উদাহরণ হিসেবে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কথা বলা যায়, তারা তাদের কিছু কিছু ঐতিহাসিক গভীরতা হারিয়ে ফেলেছে। | Inoltre stanno facendo molta pressione al governo che speriamo che ora li ascolti attentamente. Per esempio, Kuala Lumpur o Singapore, hanno perso un po' della loro importanza storica. |
32 | আবার এটাও গুরুত্বপূর্ণ যে, মানুষ প্রায়ই তাদের ঔপনিবেশিক ঐতিহ্য'র প্রতি অনুরাগ বোধ করে। | Ma è comunque rilevante far notare che spesso le persone si fissano con l'eredità coloniale. |
33 | আমরা আশা করবো আমাদের বইটি বৃহত্তর গল্পকে হাইলাইটস করবে:১৯৪৮ সালের পরের স্থাপত্যগুলোও নিজেদের সৌন্দর্যের মাধ্যমে সবাইকে মুগ্ধ করবে। | Auspichiamo che il libro evidenzi una più ampia storia: l'architettura posteriore al 1948 è a suo modo altrettanto affascinante. |
34 | তাছাড়া শহরের বৌদ্ধ, ক্রিশ্চান, হিন্দু, ইহুদি এবং মুসলিম ধর্মের ঐতিহ্যগুলোও চমত্কার। | La città ha una meravigliosa eredità religiosa: Buddista, Cristiana, Hindu, Ebrea, Musulmana. |
35 | ইয়াঙ্গুন যদি তার গল্পগুলো অক্ষত রাখতে পারে, তাহলে এটা বিশ্বের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে। | Se Yangon manterrà intatta la propria storia, sarà di esempio a tutto il mondo. |
36 | নিচে ইয়াঙ্গুনের কিছু ভবনের ছবি দেয়া হলো যেগুলো শহরটি বৈচিত্র্যময় অনন্য স্থাপত্যিক কাঠামো তুলে ধরেছে: | Di seguito troviamo alcuni edifici di Yangon che mostrano l'architettura varia e unica della città: |
37 | “হলি ট্রিনিটি ক্যাথেড্রাল হলো ইয়াঙ্গুনের প্রধান অ্যাঙ্গলিকান চার্চ। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | “La cattedrale della Santissima Trinità è la più importante chiesa anglicana di Yangon” Foto di Manuel Oka per la Guida Archittetonica di Yangon (DOM Publishers, 2015) |
38 | বার্মা অয়েলের সাবেক হেড কোয়ার্টার। | L'ex sede della Burmah Oil. |
39 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
40 | শ্বেবনস্থা স্ট্রিটে সুর্তি সুন্নি জামে মসজিদ। | La moschea Surti Sunni Jamah nella via Shwebontha. |
41 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
42 | কায়াহ রাজ্যের গভর্নরের সাবেক বাড়ি। ১৯২০ সালে বাড়িটি নির্মিত হয়েছিল। | Costruito nel 1920, la vecchia residenza del governatore dello Stato Kayah (Noto anche come Stato Karenni). |
43 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
44 | ফোকলর প্যালেস এবং রেস্টুরেন্ট কারাওয়েইক হল। | Il tradizionale palazzo e ristorante Karaweik. |
45 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
46 | ইয়াঙ্গুন সিটি হল। | Il municipio di Yangon. |
47 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
48 | সাবেক হাইকোর্টের পাশে স্বাধীনতা ভাস্কর্য। | Monumento per l'Indipendenza vicino l'Alta Corte di Giustizia. |
49 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
50 | পাখির চোখে ইয়াঙ্গুন। | Veduta aerea di Yangon. |
51 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |
52 | গাদাটগি প্যাগোডা। | La pagoda di Ngadatgyi. |
53 | এটির ডিজাইন করা হয়েছে বুদ্ধ যখন আলোকপ্রাপ্ত হন, সে সময়কার হাতের অঙ্গভঙ্গির অনুসরণে। | Realizzato con “il gesto della mano del nel momento della sua illuminazione.” |
54 | ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। | Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015) |