Sentence alignment for gv-ben-20150501-48460.xml (html) - gv-ita-20150409-94790.xml (html)

#benita
1মুইসকা ভাষাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে উদ্যোগঃ কেবল একটি শব্দ করেFar risorgere la lingua Muisca dall'estinzione, una parola alla volta
2মুইসকা মানমন্দির - ছবি: এমেন্ডারসেন২ এবং সিসি বাই ২.Osservatorio muisca - Foto di amanderson2, utilizzata con licenza CC BY 2.0.
3০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত।La lingua Muisca [it] è ufficialmente estinta.
4আনুষ্ঠানিকভাবে মুইসকা ভাষাটি বিলুপ্ত হয়েছে। ভাষাটি চিবচা ভাষাতত্ত্ব পরিবারের একটি অংশ।Parte della famiglia delle lingue Chibcha era parlata dal popolo Muisca, che viveva negli altopiani della Colombia centrale, inclusa la zona che circonda l'attuale capitale Bogotá.
5মুইসকা লোকেরা আগে এ ভাষায় কথা বলত। কলম্বিয়ার কেন্দ্রীয় উচ্চভূমির চারপাশে ছিল এদের বসবাস।I reperti storici di questa lingua sono testi e documenti datati al XVI e XVII secolo, salvati da archivi in cui erano stati pressoché dimenticati.
6বর্তমানে বগোটা নামে পরিচিত অঞ্চলের আশেপাশের এলাকাটিও এতে অন্তর্ভুক্ত।
7ভাষাটির বেশিরভাগ ইতিহাসের বিভিন্ন বই এবং ১৬ ও ১৭ শতকের ভাষা বিষয়ক বিভিন্ন দলিলপত্র থেকে খুঁজে পাওয়া গেছে।La via verso l'estinzione della lingua Muisca è stata segnata dal regno di Carlo III di Spagna [it], il quale l'aveva proibita, in modo da avere un controllo maggiore sulla popolazione indigena.
8এগুলো আর্কাইভ থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।La legge reale è rimasta in atto fino al 1991, anno in cui è stata promulgata la costituzione colombiana.
9স্পেনের রাজা তৃতীয় চার্লসের শাসনামলে ভাষাটির বিলুপ্ত হওয়ার পথ ত্বরান্বিত হয়।
10তাছাড়া আদিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে রাজা তৃতীয় চার্লস এ ভাষার ব্যবহার নিষিদ্ধ করে দেন।
11১৯৯১ সালে কলম্বিয়ার সংবিধান পাস হওয়ার পূর্ব পর্যন্ত আইনটি বহাল ছিল।Sebbene la lingua Muisca non sia più attivamente parlata, rimane viva attraverso prestiti lessicali presenti nella lingua moderna colombiana.
12যদিও ভাষাটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয় না, তবুও এটি এখনও টিকে আছে এবং কলম্বিয়ানদের কারও কারও মুখে নিত্যনৈমিত্তিক জীবনে ভাষাটির কিছু কিছু শব্দ বেশ ভালোভাবেই বিরাজ করছে।
13এই শব্দগুলো মুইসকা ভাষা থেকে এসেছে। স্থানীয় বিভিন্ন পশু, গাছ এবং ফলমূলের বর্ননায় সাধারণত এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে।Queste parole, usate dai residenti di Bogotá e delle zone limitrofe senza consapevolezza della loro provenienza, sono chiamate “muisquismos” [es, come tutti gli altri link tranne ove diversamente indicato] e sono utilizzate per descrivere piante, animali e frutti locali.
14শব্দগুলোকে “মুইসকুইসমস” বলা হয়।Logo del progetto Muysccubun.
15আর বগোটা এবং তাঁর আশেপাশের অধিবাসীরা প্রায়ই এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। যদিও শব্দগুলোর উৎস না জেনেই তারা সেগুলো ব্যবহার করছেন।L'importanza storica di questa lingua estinta ha suscitato l'interesse di un gruppo di studenti di linguistica ed antropologia in diverse università di tutta la Colombia, i quali hanno lentamente iniziato un'opera di ripristino della lingua.
16মুইসকুবান প্রকল্পের লোগো।
17এই বিলুপ্তপ্রায় ভাষাটির ঐতিহাসিক গুরুত্ব কলম্বিয়া জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ্যা এবং নৃতত্ত্ব বিষয়ে পড়াশুনা করছেন এমন একদল শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলছে।
18তারা ভাষাটিকে আবার ধীরে ধীরে পুনর্জীবিত করার কাজ করছেন।
19এক্ষেত্রে তারা ডিজিটাল বিভিন্ন টুল, এ্যাপ এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুবিধাগুলোকে কাজে লাগাচ্ছেন।
20তারা প্রকল্পটির নাম দিয়েছেন “মুইসকুবান”। ইন্টারনেটে ভাষাটিকে লিপিবদ্ধ করতে এবং শেয়ার করতে এই প্রকল্পের অধীনে তারা কাজ করছেন।Approfittando degli strumenti digitali, delle app e dei social media, il progetto “Muysccubun” ha il compito di documentare e condividere esempi della lingua su internet.
21তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে, মুইসকা ভাষার প্রাথমিক উৎস উপকরণগুলোর প্রতিলিপি তৈরি করা এবং একটি উইকিতে তা আপলোড করা।Le attività del gruppo includono la trascrizione di materiali Muisca tratti dalla loro fonte primaria e il caricamento di questi su un sito wiki.
22তারা একটি স্প্যানিশ-মুইসকা অনলাইন অভিধান তৈরি করেছেন।Gli studenti hanno creato un dizionario online Spagnolo-Muisca, disponibile anche come app gratuita per Android.
23অভিধানটি একটি বিনামূল্য এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও পাওয়া যাচ্ছে।
24গ্রুপটির ফেসবুক পেইজের মাধ্যমেও এই সামগ্রীগুলো শেয়ার করা হয়েছে। উইকিতে উল্লেখিত নথিপত্র থেকে পেইজটিতে দিনে একটি করে মুইসকা শব্দ শেয়ার করা হয়।I materiali vengono anche condivisi sulla pagina di Facebook del gruppo, dove ogni giorno è pubblicata la “parola Muisca del giorno” che rimanda alla documentazione del sito wiki.
25উদাহরণস্বরূপঃIl seguente ne è un esempio:
26আজকের শব্দঃParola del giorno:
27১. মাছ ধরার জাল।1. Rete da pesca.
28২. অপরিচ্ছন্ন।2. Arruffato, trasandato.
29মুইসকা ভাষার সাথে যুক্ত থাকার প্রযুক্তি ব্যবহারের এই অভিজ্ঞতা মুইসকুবান দলটিকে অনুরূপ উদ্যোগগুলোকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করছে। সেগুলোর মধ্যে রয়েছে, একটি অনলাইন সালিবা ভাষা-স্প্যানিশ অভিধান তৈরি করা।Questa esperienza dell'uso della tecnologia per far risorgere la lingua Muisca ha portato alla creazione di iniziative simili, condotte ancora dal gruppo Muysccubun, come la creazione di un dizionario online Spagnolo-Sáliba, anch'esso disponibile come app per Android, in cooperazione con l'Istituto Caro e Cuervo.
30ক্যারো এবং কুয়েরভো ইন্সটিটিউটের সংযোগে একটি এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও এটি পাওয়া যাচ্ছে।Il gruppo ha iniziato una collaborazione con l'azienda Mozilla Colombia per promuovere la localizzazione del browser Firefox nelle lingue indigene colombiane.
31তারা কলম্বিয়ান আদিবাসী ভাষাতে ফায়ারফক্স ব্রাউজারের স্থানীয়করণের প্রচার ঘটাতে মজিলা কলম্বিয়ার সাথেও সহযোগীরূপে কাজ করে যাচ্ছে।
32বগোটার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামীণ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে মুইসকা ভাষা শেখানোর আরও কিছু নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
33মুইসকা ভাষার নথিপত্র তৈরিতে এবং ভাষাটিতে নবজীবন সঞ্চার করতে ডিজিটাল প্রচার মাধ্যমে তাদের কাজগুলো ভাষাটিকে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে প্রকল্পটি আশাবাদ ব্যক্ত করেছে।Mentre vengono istituite nuove iniziative, quali l'insegnamento della lingua Muisca in alcune scuole rurali [en] o di diverse classi a Bogotá, i fondatori del progetto si augurano che i contributi nella documentazione e revitalizzazione della lingua possano progredire sui social media, anche graze all'aiuto dato dal loro lavoro.