Sentence alignment for gv-ben-20141203-45792.xml (html) - gv-ita-20141202-93799.xml (html)

#benita
1মিয়ানমারের ধর্মীয় উৎসব, স্থাপত্যপ্রেমীরা ইয়াঙ্গুনের এই ছবিগুলো দেখতে পারেনMyanmar: blog raccolgono foto del ricco patrimonio architettonico di Yangon
2ইয়াঙ্গুনের সবচে' পরিচিত জায়গা শ্বেডাগন প্যাগোডা।Il punto di riferimento più famoso di Yangon, la Pagoda Shwedagon.
3ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la guida architettonica di Yangon (DOM Publishers, 2015)
4২০০৬ সালে সামরিক সরকার নাইপিডো রাজধানী সরিয়ে নেয়ার আগে ইয়াঙ্গুন (সাবেক রেঙ্গুন) ছিল মিয়ানমারের রাজধানী শহর।Yangon (meglio nota come Rangoon) era la capitale del Myanmar prima che il governo militare trasferisse il centro amministrativo a Naypyidaw nel 2006.
5এটা শুধু দেশটির রাজধানী শহরই ছিল না, দেশের সবচে' বড় এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্রও ছিল। তাছাড়া ঐতিহাসিক ভবন ও ধর্মীয় স্থাপনার জন্য শহরটি বিখ্যাত।Sebbene non sia più la capitale è ancora la città più grande e il più importante centro commerciale del paese.
6সম্প্রতি ইয়াঙ্গুনের এই “সমৃদ্ধ স্থাপত্যিক ঐতিহ্য” নিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।È anche conosciuta in tutto il mondo per i suoi monumenti religiosi e per gli innumerevoli edifici storici.
7ম্যানুয়েল ওকা, বেন বানসাল আর এলিয়ট ফক্স মিলে উদ্যোগটি নিয়েছেন। আর এই বইয়ের জন্য তারা ফেসবুক এবং টাম্বলারে পেজ তৈরি করেছেন।Il “ricco patrimonio architettonico” di Yangon è presentato nel libro di prossima uscita di Manuel Oka, Ben Bansal, e Elliott Fox.
8এই পেজগুলোতে এসে সবাই ইয়াঙ্গুনের পরিচিত এবং অপরিচিত সব ধরনের স্থাপনার ছবি দেখতে পারেন। তাছাড়া পেজগুলোর উদ্যোক্তারা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য সাধারণ বার্মিজদের কাছেও তথ্য-সহ এ ধরনের আরো ছবি আহবান করেছেন।Durante la preparazione, i tre hanno creato delle pagine su Facebook [en, come tutti i link seguenti] e Tumblr, nelle quali gli utenti potevano trovare le fotografie delle costruzioni più o meno famose di Yangon.
9গ্লোবাল ভয়েসেস প্রকল্পটি নিয়ে অন্যতম উদ্যোক্তা বেন বানসালের সাথে কথা বলে:Hanno anche chiesto ai netizen birmani di inviare foto e di fornire descrizioni degli edifici apparsi sul sito.
10মং পালাটিনো (এমপি): প্রকল্পটি শুরু করতে কোন বিষয়টি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে?Recentement Global Voices ha parlato del progetto con Ben Bansal:
11বিবি:আমরা তিনজন লেখক: আমি, ম্যানুয়েল এবং এলিয়ট।Mong Palatino (MP): Cosa ti ha ispirato nel dare il via a questo progetto?
12আমাদের তিনজনের দৃষ্টিভঙ্গিই ভিন্ন।Ben Bansal (BB): Siamo tre autori: io, Manuel e Elliott.
13আমি উন্নয়ন অর্থনীতি নিয়ে কাজ করি।Ognuno di noi ha una diversa posizione.
14আমি শহরের ইতিহাস এবং শহর গড়ে ওঠার বিষয় নিয়েও উত্সাহী। ম্যানুয়েল স্থাপত্যবিদের পাশাপাশি একজন ছবিয়ালও।Io mi occupo dello sviluppo economico, sono molto interessato alla storia delle città e alla loro evoluzione.
15বইয়ের চমৎকার সব ছবির জন্য আমরা তার কাছে ঋণী।Manu, il nostro fotografo, è anche architetto.
16তাছাড়া এসব বিষয়ে তার কারিগরি জ্ঞানও অগাধ। এলিয়ট একজন মানবাধিকার কর্মী।Gli dobbiamo le incredibili fotografie presenti nel libro e la grande conoscenza tecnica.
17মানবাধিকার নিয়ে তার সব কাজকারবার।Elliott lavora nel settore filantropico e dei diritti umani.
18মিয়ানমারের আধুনিক রাজনীতি নিয়েও তার জানাশোনা বেশ।È lui che ha avuto i maggiori contatti con i politici dell'attuale Myanmar.
19ইয়াঙ্গুন আমাদের প্রত্যেকের কথাই বলে।Yangon parla con tutti noi.
20আমরা আশাবাদী, বইটি এসবের কথাই বলবে।E speriamo che il libro comunichi tutto questo.
21এমপি: বার্মিজ নেট নাগরিক এবং কর্তৃপক্ষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন?MP: Quale è stata la reazione dei netizen e delle autorità birmane?
22বিবি:বার্মার ইন্টারনেট ব্যবহারকারীরা খুব চমৎকার মানুষ!BB: I netizen birmani sono stati fantastici!
23আমরা একটি ফেসবুক পেজ তৈরি করেছি। সেখানে প্রতিদিন একটি ভবন, তার সম্পর্কে কিছু কথা লিখে পোস্ট করি।Abbiamo creato la pagina Facebook e ogni giorno vi pubblicavamo la foto di un edificio e la relativa descrizione.
24মাত্র কয়েকমাসেই আমরা ৬ হাজারের বেশি অনুসরণকারী পেয়েছি। এদের বেশিরভাগই বার্মার নাগরিক।In pochi mesi abbiamo ottenuto più di 6.000 follower, ovviamente quasi tutti birmani.
25প্রত্যেক ভবনের সাথে কেউ কেউ আরো তথ্য দিতে পারেন, যা আমরা বইয়ের কাজে ব্যবহার করতে পারবো।Per ogni edificio, potevamo usare le ulteriori informazioni che chiunque poteva fornirci.
26এদিক দিয়ে দেখলে এটাকে ক্রাউডসোর্সিং অভিজ্ঞতা বলতে পাবেন।In questo senso, è stato anche un esperimento di crowdsourcing!
27বার্মিজ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কিছু শুনতে পাইনি।Ma non abbiamo avuto notizie dalle autorità birmane.
28এমপি:আপনি কি মনে করেন না ইয়াঙ্গুনের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ এবং জনপ্রিয় করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার?Cosa pensi si debba fare per salvaguardare e diffondere la conoscenza degli edifici storici di Yangon?
29বিবি:সংরক্ষণ নীতিমালা তৈরিতে ইয়াঙ্গুন হেরিটেজ ট্রাস্ট খুব ভালো কাজ করছে।MP: Cosa pensi si debba fare per salvaguardare e diffondere la conoscenza degli edifici storici di Yangon?
30তারা সরকারের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রশংসা পাবার মতো কাজ করেছে। আমরা আশা করবো সরকার তাদের কথা নিয়মিতভাবে শুনবে।BB: L'organizzazione non governativa Yangon Heritage Trust sta cercando di creare un piano d'azione di salvaguardia con il suo fondamentale e incoraggiante lavoro.
31উদাহরণ হিসেবে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কথা বলা যায়, তারা তাদের কিছু কিছু ঐতিহাসিক গভীরতা হারিয়ে ফেলেছে।Inoltre stanno facendo molta pressione al governo che speriamo che ora li ascolti attentamente. Per esempio, Kuala Lumpur o Singapore, hanno perso un po' della loro importanza storica.
32আবার এটাও গুরুত্বপূর্ণ যে, মানুষ প্রায়ই তাদের ঔপনিবেশিক ঐতিহ্য'র প্রতি অনুরাগ বোধ করে।Ma è comunque rilevante far notare che spesso le persone si fissano con l'eredità coloniale.
33আমরা আশা করবো আমাদের বইটি বৃহত্তর গল্পকে হাইলাইটস করবে:১৯৪৮ সালের পরের স্থাপত্যগুলোও নিজেদের সৌন্দর্যের মাধ্যমে সবাইকে মুগ্ধ করবে।Auspichiamo che il libro evidenzi una più ampia storia: l'architettura posteriore al 1948 è a suo modo altrettanto affascinante.
34তাছাড়া শহরের বৌদ্ধ, ক্রিশ্চান, হিন্দু, ইহুদি এবং মুসলিম ধর্মের ঐতিহ্যগুলোও চমত্কার।La città ha una meravigliosa eredità religiosa: Buddista, Cristiana, Hindu, Ebrea, Musulmana.
35ইয়াঙ্গুন যদি তার গল্পগুলো অক্ষত রাখতে পারে, তাহলে এটা বিশ্বের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে।Se Yangon manterrà intatta la propria storia, sarà di esempio a tutto il mondo.
36নিচে ইয়াঙ্গুনের কিছু ভবনের ছবি দেয়া হলো যেগুলো শহরটি বৈচিত্র্যময় অনন্য স্থাপত্যিক কাঠামো তুলে ধরেছে:Di seguito troviamo alcuni edifici di Yangon che mostrano l'architettura varia e unica della città:
37“হলি ট্রিনিটি ক্যাথেড্রাল হলো ইয়াঙ্গুনের প্রধান অ্যাঙ্গলিকান চার্চ। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।“La cattedrale della Santissima Trinità è la più importante chiesa anglicana di Yangon” Foto di Manuel Oka per la Guida Archittetonica di Yangon (DOM Publishers, 2015)
38বার্মা অয়েলের সাবেক হেড কোয়ার্টার।L'ex sede della Burmah Oil.
39ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
40শ্বেবনস্থা স্ট্রিটে সুর্তি সুন্নি জামে মসজিদ।La moschea Surti Sunni Jamah nella via Shwebontha.
41ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
42কায়াহ রাজ্যের গভর্নরের সাবেক বাড়ি। ১৯২০ সালে বাড়িটি নির্মিত হয়েছিল।Costruito nel 1920, la vecchia residenza del governatore dello Stato Kayah (Noto anche come Stato Karenni).
43ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
44ফোকলর প্যালেস এবং রেস্টুরেন্ট কারাওয়েইক হল।Il tradizionale palazzo e ristorante Karaweik.
45ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
46ইয়াঙ্গুন সিটি হল।Il municipio di Yangon.
47ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
48সাবেক হাইকোর্টের পাশে স্বাধীনতা ভাস্কর্য।Monumento per l'Indipendenza vicino l'Alta Corte di Giustizia.
49ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
50পাখির চোখে ইয়াঙ্গুন।Veduta aerea di Yangon.
51ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)
52গাদাটগি প্যাগোডা।La pagoda di Ngadatgyi.
53এটির ডিজাইন করা হয়েছে বুদ্ধ যখন আলোকপ্রাপ্ত হন, সে সময়কার হাতের অঙ্গভঙ্গির অনুসরণে।Realizzato con “il gesto della mano del nel momento della sua illuminazione.”
54ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।Foto di Manuel Oka per la Guida Architettonica di Yangon (DOM Publishers, 2015)