Sentence alignment for gv-ben-20130111-34654.xml (html) - gv-ita-20130105-72719.xml (html)

#benita
1নতুন জিভি ই-বুক; আফ্রিকান ভয়েসেস অফ হোপ এণ্ড চেঞ্জNuovo e-book di GV: African Voices of Hope and Change
2নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দারুন এক উপহার: আমাদের নতুন ই বুক “আফ্রিকান ভয়েসেস অফ হোপ এণ্ড চেঞ্জ,” যা কিনা উৎসর্গ করা হয়েছে আফ্রিকার সাব সাহারা অঞ্চলের প্রতি, যে বইটি ২০১২ সালের এই এলাকা থেকে প্রকাশিত আমাদের সেরা ইংরেজি পোস্টগুলোর মাধ্যমে আপনাকে সাব সাহারা অঞ্চলের ঘটনা এবং নাগরিকদের উপর নিবিড় দৃষ্টিভঙ্গি প্রদান করবে।
3অত্র এলাকায় এ যাবত ৮০০ পোস্ট প্রকাশিত হয়েছে, যেগুলোতে সেনেগাল, উগান্ডা, মোজাম্বিক, গিনি বিসাউ, ঘানা, ইথিওপিয়া, নাইজেরিয়া, মৌরিতানিয়া, কেনিয়া, এঙ্গোলা এবং অন্যসব রাষ্ট্রের কাহিনী তুলে ধরা হয়েছে।Ecco il regalo perfetto per dare il benvenuto all'anno nuovo: il nostro nuovo e-book dedicato alla regione dell'Africa Sub-Sahariana [en, come i link successivi].
4এখানে বইটিকে আপনি ডাউনলোড করতে পারেন, আর তা করার জন্য আপনাকে স্বাগতম।L'e-book è al momento disponibile solo in inglese e in corso di traduzione in italiano.
5এমন কি আপনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা আপনার বন্ধু অথবা আত্মীয়দের একটা কপি (পিডিএফ, ইপাব অথবা মোবিপকেট ফরম্যাটে) পাঠাতে পারেন, হয়ত তাদের জিভিকে অর্থ সাহায্যের ক্ষেত্রে এটি এক উপহার।African Voices of Hope and Change offre una prospettiva approfondita sulle storie e le persone dell'Africa Sub-Sahariana tramite i nostri migliori post in inglese del 2012.
6সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দয়া করে এই কথাটি বিশ্বে সবখানে ছড়িয়ে দিন, সোশাল নেটওয়ার্ক এবং আপনি যেখানে যেখানে যোগ্য মনে করেন!Su circa 800 post relativi a quest'area pubblicati nel corso dell'anno, ne abbiamo selezionati 13 riguardanti Senegal, Uganda, Mozambico, Guinea-Bissau, Ghana, Etiopia, Nigeria, Mauritania, Kenya, Angola e altri Paesi.
7আফ্রিকান ভয়েসেস অফ হোপ এন্ড চেঞ্জ, পাওয়ার অফ উই-এর‘ আরো একটি জোরালো প্রমাণ, যা যৌথ প্রচেষ্টার এক স্থান এবং বিষয়টি সেই সমস্ত নাগরিকদের উপর মনোযোগ প্রদান করে, সারা বিশ্বের মূল ধারার প্রচার মাধ্যম যাদের প্রায়শ ভুলে যায়, আফ্রিকার বৈচিত্র্যময় কিন্তু ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল প্রবৃদ্ধি সত্ত্বেও।L'e-book può essere scaricato gratuitamente (in formato PDF, ePub o Mobipocket), oppure se ne può mandare una copia a parenti e amici in tutto il mondo, magari come regalo per ringraziarli (o sollecitarli) dell'eventuale donazione a GV. Ma soprattutto, è bene spargere la voce nei propri circuiti online, sui social network e ovunque ci sembri appropriato!
8যেমনটা বইয়ের সূচনায় বলা হয়েছে, ” নতুন সহস্রাব্দের শুরুতে, এমন অনুভূতি তৈরি হচ্ছে যে আফ্রিকা মহাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রয়োজনীয় লেখাটি লিখছে না।African Voices of Hope and Change è un'ulteriore prova del “potere del noi“, uno impegno collettivo concentrato su luoghi e persone troppo spesso dimenticate dai media tradizionali, nonostante si preveda nei prossimi anni una diseguale ma promettente crescita anche economica in tutta l'Africa.
9… [কিন্তু] সাম্প্রতিক পরিসংখ্যান ধারণা প্রদান করছে যে বিশ্বের দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা রাষ্ট্রের মধ্যে নয়টি সাব সাহারা অঞ্চলের”। এদিকে যখন অনেক বিশেষজ্ঞ মূলত বিশ্বাস করে যে নতুন প্রযুক্তির সবচেয়ে টিকে থাকা প্রভাব দেখা যাবে শিক্ষার ব্যাপক ক্ষেত্রগুলোতে।Come si legge nell'introduzione del libro: “Con l'inizio del nuovo millennio sembrava che il continente africano fosse stato essenzialmente cancellato dalla comunità internazionale… [ma] statistiche recenti suggeriscono che nove delle economie con il più rapido tasso di crescita al mondo siano nell'Africa Sub-Sahariana.”
10এছাড়াও আরো বেশী স্বচ্ছ এবং দায়িত্বপূর্ণভাবে প্রযুক্তিকে তুলে ধারার গুরুত্ব রয়েছে, যেমনটা সোশাল এবং সিটিজেন প্রচার মাধ্যম স্থানীয় নির্বাচন অথবা সরকারের ডাটা ইন্টারনেটে সহজলভ্য করার মাধ্যমে করে থাকে।” বৃহৎ এক প্রেক্ষাপট এবং গ্লোবাল ভয়েসেস মিশনকে স্বার্থক করার জন্য, ২০১২ সালের সংগৃহীত এই পোস্টসমূহ হয়ত এ রকম জটিল কাঠামোকে তুলে ধরবে এবং আগামী বছরগুলোতে এক দিগন্তকে উন্মোচন করবে।E mentre molti esperti ritengono che l'impatto più duraturo della tecnologia sarà l'ampliamento del campo dell'educazione, “è altrettanto importante la possibilità di far leva sulla tecnologia per favorire una più generale trasparenza e presa di responsabilità, come dimostrato da iniziative basate su social e citizen media per monitorare le elezioni locali o rendere disponibili i dati governativi su Internet.”
11এই সমস্ত কন্ঠস্বরগুলো আমাদের বলছে যে আশা এবং পরিবর্তনের দিকে এগিয়ে যেতে। তাদের একাউন্ট উন্মোচন করে এমন এক পথকে, যা কিনা সংগ্রাম এবং সহযোগিতাকে পরিপূর্ণ করে।Nata con lo scopo di fornire un contesto più ampio e promuovere la missione di Global Voices, questa raccolta di post del 2012 tenta di analizzare una realtà così complessa e ampliare l'orizzonte per l'anno che sta iniziando.
12কৌশলগত সমর্থন প্রদান করার জন্য মোহাম্মেদ আদেল এবং এই নতুন ই-বুক-এর জন্য লেখা নির্বাচনে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ: আর তারা হচ্ছেন আফেফ আবরুজি, আহমেদ জেদু, আনা গুয়ে, এলেনর স্টানিফোর্থ, এনডলাক, জেমস প্রোপা, কোফি ইয়েবোহা, লোভা রক্তমালালা, নোয়াচুকয়া এগবুনিকে, রিচার্ড ওয়ানজোহি, সারা গোল্ড, সারা মোরেরা, এবং নাদেসাজনজো মাচা।Queste voci ci parlano della volontà di muoversi nella direzione della speranza e del cambiamento, e le loro storie ci rivelano un cammino carico d'impegno e collaborazione. Grazie a Mohamed Adel per il supporto tecnico e a coloro che hanno variamente contribuito agli articoli selezionati per questo nuovo e-book: Afef Abrougui, Ahmed Jedou, Anna Gueye, Eleanor Staniforth, Endalk, James Propa, Kofi Yeboah, Lova Rakotomalala, Nwachukwu Egbunike, Richard Wanjohi, Sara Gold, Sara Moreira e Ndesanjo Macha.