# | ben | ita |
---|
1 | মালয়েশিয়া: আত্মহত্যা একটি উদীয়মান সমস্যা | Malesia: preoccupa il dilagare dei suicidi, soprattutto tra i più giovani |
2 | সাম্প্রতিক কালে মালয়েশিয়া একটি আশংকাজনক সামাজিক ইস্যুতে আক্রান্ত: যার নাম আত্মহত্যা। | Negli ultimi tempi, la Malesia è afflitta da un problema di carattere sociale molto allarmante: il suicidio. |
3 | অনেক মালয়েশিয়াবাসীই এ বিষয়ে সচেতন হচ্ছে কারন যুবা শ্রেণীরাই এ ঘটনা বেশী ঘটাচ্ছে। | In particolare, il popolo malese è preoccupato perché molti di coloro che si tolgono la vita sono giovani. |
4 | ইংরেজী দৈনিক দি ষ্টার এক প্রতিবেদনে তুলে ধরেছে যে ২০-২৯ বছর বয়সের যুব শ্রেণীই বেশীর ভাগ আত্মহত্যার ঘটনা ঘটাচ্ছে এবং গড়ে প্রতিদিনই দুইটি আত্মহত্যার ঘটনা পত্রিকার খবরে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন যে পরিসংখ্যানটি আরও বেশী হওয়া উচিৎ। | Secondo quanto riportato [en, come tutti gli altri link] dal quotidiano britannico The Star, l'età media di chi sceglie di porre fine alla propria vita varia tra i 20 e i 39 anni; inoltre, sebbene si parli di una media di due suicidi al giorno, secondo gli esperti la statistica potrebbe essere più alta. |
5 | কয়েক সপ্তাহের ফারাকে, দুইজন মালয়েশিবাসী যুবক ফেসবুকে তাদের এই আকাঙ্খা ব্যক্ত করার পর আত্মহত্যা করেছে। | Nell'arco di due settimane, due giovani malesi si sono tolti la vita dopo aver rivelato le loro intenzioni su Facebook. |
6 | জশুয়া ওঙ এলভিস কঙ নামে ২২ বছর বয়সী একজন মালয়েশিবাসীর সম্পর্কে লিখেছে যে কিনা একটি সম্পর্ক তৈরীতে ব্যর্থ হবার পর আত্মহত্যা করেছে। তাতে সে আরও লিখেছে: | Joshua Ong ha raccontato di un ventiduenne malese, Alviss Kong, che si è suicidato per una relazione amorosa finita male: |
7 | আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে এটা খুবই দুঃখ জনক বিষয় এবং এই কাজ সেখানে অনেক মানুষের জন্য একটা নিকৃষ্ট উদাহরণ স্বরূপ যেখানে একই ধরনের অভিজ্ঞতা/চিন্তাধারার মানুষ থাকতে পারে যারা কিনা এই আত্মহননকারীর পদানুসরণ করতে চাইতে পারে। | |
8 | ফেব্রুয়ারীতে ঘটা আলাদা একটি ঘটনায় ১৭ বছর বয়সী একজন বিদ্যালয় ছাত্রী সে তার জীবন দিতে চায় এধরনের খবর ফেসবুকে পোষ্ট করার কয়েকদিন পরই তার বিদ্যালয়ের তৃতীয় তলা হতে লাফ দিয়ে পড়ে। | Lo ripeterò all'infinito: si tratta di una vicenda davvero triste, che rappresenta un cattivissimo esempio per tutti, soprattutto per coloro che hanno vissuto le stesse esperienze e che potrebbero voler seguire le orme di Alviss. |
9 | ব্লগার বিজি বিইং বসী লিখেছে যে এই ক্রমবর্ধমান সমস্যা নিয়ে কিছু করা প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন আত্মহত্যার পূর্বে যে কেউ সাহায্যের জন্য আকুতি করে। | Un'altra vicenda, risalente a febbraio, riguarda una liceale di 17 anni che si è buttata dal secondo piano della sua scuola dopo aver annunciato su Facebook l'intenzione di porre fine alla propria vita. |
10 | শেলীর ঘটনায়, সেও সাহায্যও জন্য কেঁদেছিল। | Il blogger BusybeingBossy spiega che è necessario affrontare questo problema sempre più grave: |
11 | দুর্ভাগ্যজনকভাবে তার সেই কান্না জনিত আকুতি ভুল কর্তৃপক্ষের নিকট গিয়ে পৌঁছায়। | Gli esperti sostengono che una persona, prima di suicidarsi, lancerebbe inequivocabili richieste d'aiuto. |
12 | দুর্ভাগ্যবশত: আমরা শেলীর ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। | Nel caso di Sally è andata proprio così: la ragazzina lanciato grida d'aiuto; grida che, sfortunatamente, sono arrivate alle persone sbagliate. |
13 | আমরা কি ভবিষ্যতেও ব্যর্থ হব? | Con Sally abbiamo fallito, falliremo ancora in futuro? |
14 | মনে হচ্ছে আমরা একই ভুল বারবার করতে যাচ্ছি কারন মালয়েশিয়ান হিসেবে আমাদের গোপন করা অভ্যাস রয়েছে যেহেতু আত্মহত্যা করার ঘটনা আলোচনা করা আমাদের সংস্কৃতির অংশ নয়। | Si, sembra che continueremo a ripetere gli stessi errori: in Malesia abbiamo l'abitudine di nascondere i problemi invece di affrontarli e, inoltre, parlare di suicidio non fa parte della nostra cultura. |
15 | আমাদের অনুধাবন করতে হবে যে এটাই এ বিষয়ে আলোচনার সর্বোত্তম সময়। | Dobbiamo capire che invece sarebbe proprio ora di cominciare ad affrontarlo. |
16 | যদি তুমি হতাশায় নিমজ্জিত হও দয়া করে সঠিক কর্তৃপক্ষের নিকট সাহায্য কামনা কর। | Se siete depressi, chiedete aiuto alle persone giuste: genitori, parenti, dottori, amici o buoni consiglieri. |
17 | পিতামাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে, ডাক্তার, বন্ধু, শিক্ষক এবং কাউন্সিলরদের কাছে সাহায্য চাও। | |
18 | দায়িত্ববান হও। জীবনে মূল্য বোঝ। | Siate responsabili e date il giusto valore alla vostra vita. |
19 | এই মতামত শারিফা নঙ-জাসিমাও জানাচ্ছে: | Anche Sharifah Nong-Jasima, sul proprio blog, ha espresso le stesse opinioni: |
20 | খোলাখুলি ভাবে বললে আমি চিন্তা করি যে সকল মানুষ আত্মহত্যা করবে বলে ঘোষণা দেয়, যারা মনোযোগ আকর্ষণের সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু এখন যারা তাদের মধ্যে আত্মহত্যা করেছে এই খবর তারা পত্রিকায় পড়ার পর তারা বন্ধু হয়ে যায় এবং এতে তারা আরও উৎসাহিত হয়ে পড়ে। | Sinceramente, ero solito pensare che le persone che sostengono di volersi suicidare avessero solo un disperato bisogno di attenzioni; ora invece, dopo aver letto i giornali, ho notato che alcune di queste persone hanno amici che, effettivamente, li incoraggiano a commettere questa follia. |
21 | “চল, মরা যাই” কিংবা “তোমাকে একটা কফিন কিনে দিতে দাও” ধরনের মন্তব্য পরোক্ষভাবে একজনকে আত্মহত্যার জন্য প্ররোচিত করছে। | Commenti tipo “Fallo, fallo!” oppure “Permettimi di comprarti la bara” rappresentano un incoraggiamento, seppur indiretto, al suicidio. |
22 | যারা সমস্যায় পড়েছে তাদের কথা শোনা উচিৎ এবং সাহায্য করা উচিৎ। | Eppure, le persone in difficoltà andrebbero ascoltate e aiutate: è questo ciò di cui hanno realmente bisogno. |