# | ben | ita |
---|
1 | মেক্সিকো: “ক্রিস্টালের সিসটিন চ্যাপেল” | Messico: la “Cappella Sistina dei Cristalli” |
2 | মেক্সিকোর উত্তরের প্রদেশ চিহুয়াহা প্রদেশের এই শহরটি নাইকা নামে পরিচিত। ১৭৯৪ সাল থেকে এটি খনির শহর নামে পরিচিত। | Nella città di Naica [en], nel nord dello Stato di Chihuaha (Messico) l'estrazione mineraria riveste un ruolo importante dal 1794. |
3 | কিন্তু এখানকার থনি মাত্র কয়েক বছর আগে তার আন্তর্জাতিক সুনাম অর্জন করে যখন এখানে তথাকথিত ক্রিস্টালের গুহা আবিস্কার হয়। | |
4 | এই গুহার ভেতর এক অতিকায় ক্রিস্টাল আবিস্কার হয়, যার মুন স্টোন নামে পরিচিত। | Tuttavia è solo da un paio di anni che la miniera [it] ha avuto visibilità mondiale con la scoperta della “Grotta dei cristalli” [it]. |
5 | এটি যেন এই পৃথিবীর বাইরের এক জগতের অনুভূতি প্রদান করে। জিপসাম ভি. | Al suo interno sono stati scoperti giganteschi cristalli, le “Pietre lunari”, che rendono la grotta una vera e propria meraviglia “extraterrestre”. |
6 | সেলেনাইট। ছবি ফ্লিকার ব্যবহারকারী বি,টিএসই-এর। | Come spiega il blogger Carlos Roque Sánchez su Blog de Superheroes [es]: |
7 | সিসি বাই -এনসি-এনডি ২. | |
8 | ০ লাইসেন্স। | |
9 | আরো অনেক খনিজ উপাদানের জন্য যখন নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে। ঘটনা ক্রমে মাটির প্রায় ৪০০ মিটার নীচে হঠাৎ করেই তারা ঘটনাক্রমে আবিষ্কার করে এক বিশাল গুহা। | Si stava costruendo un tunnel per l'estrazione di minerali e ad una profondità di 400m, per caso, è stata scoperta una gigantesca grotta piena di cristalli di selenite (gesso), lunga circa 10 metri e larga 1 metro. |
10 | এই গুহার পুরোটাই সেলেনাইট (জিপসাম)-এর ক্রিস্টালে পরিপূর্ণ, যা দৈর্ঘ্যে ১০ মিটার এবং প্রস্থে ১ মিটার। | |
11 | এমন এক দৃশ্য যা কল্পনা করা কঠিন। | Uno spettacolo difficile da immaginare. |
12 | কোন মানুষ এর আগে এমন দৃশ্য দেখেনি। | Nessuno aveva mai visto una cosa simile prima d'ora. |
13 | প্রকৃতির এক চমৎকার, যা খনি শ্রমিকদের চোখে বিস্ময়ের সৃষ্টি করে। | Una vera meraviglia della natura, comparsa casualmente agli occhi dei minatori increduli. |
14 | যা ছিল এক সৌভাগ্যপূর্ণ দুর্ঘটনা। | |
15 | কার্লোস তার পোস্টে আরো জানান, এই গুহায় মানুষের প্রবেশ করা কঠিন। | |
16 | তিনি এর কারণ ব্যাখ্যা করেন [স্প্যানিশ ভাষায়]: এটা জনতার জন্য উন্মুক্ত নয়। | Il blogger continua spiegando le difficoltà che si sono dovute affrontare [es] per entrare nella grotta: |
17 | এটি মাটির প্রায় ৩৯০ মিটার নীচে অবস্থিত। | Ovviamente non è aperta al pubblico. |
18 | সেখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সেখানকার বাতাসে আর্দ্রতার অনুপস্থিতি ১০০ ভাগ। | E' impossibile restare a lungo ad una profondità di 390m, ad una temperatura di oltre 50°C e con un'umidità del 100%. |
19 | যার ফল এই জায়গায় মানুষ্য প্রবেশের একেবারে অনুপযুক্ত। | In queste condizioni si può resistere per appena 8 minuti prima della disidratazione ed “evaporazione”! |
20 | এই রকম পরিস্থিতিতে সেখানে কোন মানুষ ৮ মিনিটের বেশি টিকে থাকতে পারবে না। | |
21 | এরই মধ্যে তার শরীরে পানিশূন্যতা দেখা দেবে, যদি না তার আগেই সে “সিদ্ধ” হয়ে যায়। | |
22 | সেখানকার পরিবেশ এত বাজে যে এই জায়গাটিকে “নরকের আস্তানা” বলে অভিহিত করা হয়। | Un luogo ostile situato in quelle che vengono definite le “viscere dell'inferno”. |
23 | ব্লগ দি ফ্লাইশ্চ ডিপোজিট এর সাথে যোগ করেছে: | Sul blog The Flysch Deposit [en] si legge: |
24 | ভারী এক স্টিলের দরজা এবং মেক্সিকোর আইন খনি সম্পদ আরোহণকারী এবং অন্য সব লোভী মানুষদের এই জায়গায় প্রবেশ বন্ধ করে রেখেছে। | |
25 | ক্রিস্টাল নিয়ে যারা গবেষণা করা তরা এই সব উপাদান নিয়ে চিন্তিত। কারণ পানি ছাড়া এগুলো টিকে থাকতে পারবে না। | Minatori e scavatrici sono stati tenuti fuori dalla grotta, chiusa da una pesante porta d'acciaio, e la legge messicana ha permesso l'ingresso dei cristallografi. |
26 | আবার নিজের ওজনের ভারে এগুলো বেঁকে যেতে পারে, কিংবা এগুলোতে ফাটল ধরতে পারে। | |
27 | এখন যেহেতু খনন করার ফলে এই এলাকায় বাতাস প্রবেশ করছে, তার ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্য গ্যাস এগুলোর চেহারাকে মলিন করে ফেলতে পারে। | |
28 | যার ফলে তারা তাদের গৌরব হারিয়ে ফেলবে। | Senz'acqua, i cristalli potrebbero creparsi e rompersi sotto i loro piedi. |
29 | ব্লগ ডে সুপারহিরোস-এ কার্লসো তার পোস্টের সমাপ্তি টেনেছেন সুপারম্যান এবং ক্রিপ্টোনাইটের কথা উল্লেখ করে [স্প্যানিশ ভাষায়] এবং তিনি এই গুহার যে বিশেষ জনপ্রিয় নাম তা প্রকাশ করে দিয়েছেন: | |
30 | এই ক্রিস্টাল থেকে যে প্রচণ্ড আলো বিচ্ছুরণ হয় তা গুহাটিকে আলোকিত করে রাখে। | |
31 | এমন এক এলাকা, যা দেখে মনে হয় এটি অন্য কোন পৃথিবীর দৃশ্য। | A contatto con l'aria aperta, l'anidride carbonica e altri gas ne rovinerebbero la bellezza. |
32 | এই এলাকাটি দেখে আমার মনে হয়েছে, সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান শক্তির উৎস এখানে। | Carlos nel Blog de Superheroes termina il post facendo riferimento a Superman e alla criptonite [es], spiega l'associazione con la grotta: |
33 | এর যে বিশেষ নামকরণ করা হয়েছে, তাতে এর আলাদা সৌন্দর্যের প্রকাশ ঘটে। | I cristalli sembrano grandi raggi di luce che riempiono la grotta…un'immagine che pare venire da un altro pianeta. |
34 | এই এলাকাকে ‘সিসটিন চ্যাপেল অফ ক্রিস্টালগ্রাফি' বা ক্রিস্টালের সিসটিন চ্যাপেল নামে ডাকা হয়। | |
35 | (সিসটিন চ্যাপেল হচ্ছে রোমের ভ্যাটিকানে অবস্থিত পোপের প্রাসাদ, যেখানে বিখ্যাত কিছু শিল্পীদের নামকরা কিছু তৈলচিত্র আঁকা রয়েছে) | |
36 | মেক্সিকোর নাইকা এলাকার সেলেনাইট জিপসাম ক্রিস্টাল। | Ecco il legame con la criptonite di Superman. |
37 | লস এঞ্জেলস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত। | Proprio per la sua rara bellezza gli è stato dato un soprannome: la Cappella Sistina della geologia. |
38 | ছবি ফ্লিকার ব্যবহারকারী লেভরক ওরফে জুলিয়ান ফঙ্গ-এর। | Cristallo di selenite di Naica, Messico, nel Museo di Scienze Naturali di Los Angeles. |
39 | সিসি বাই-এসএ ২. ০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে। | Foto di Julian Fong, ripresa da Flickr con licenza Creative Commons BY-SA 2.0. |
40 | প্রকৃতির বিস্ময় এবং নাইকার এই এলাকা সম্বন্ধে আরো জানতে চাইলে নাইকা প্রকল্পের নিজস্ব সাইট এবং ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্যালারিতে প্রবেশ করুন এবং এ এলাকার উপর তোলা ভিডিও দেখুন। | Per vedere altre immagini di questa meraviglia della natura e per saperne di più su Naica, c'è il sito ufficiale del Progetto Naica [en], la raccolta fotografica [en] e il video realizzati dal National Geographic . |