# | ben | ita |
---|
1 | ভেনেজুয়েলাঃ হুগো শাভেজ মারা গেছেন | Venezuela: altre reazioni alla scomparsa di Hugo Chávez |
2 | আজ সন্ধ্যায়, ভাইস-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হুগো শাভেজ ফ্রিয়াসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন। | Nel tardo pomeriggio [di ieri 5 marzo] il vicepresidente venezuelano Nicolás Maduro ha comunicato la notizia della morte del presidente Hugo Chávez Frías. |
3 | প্রেসিডেন্ট শাভেজ ২০১০ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন এবং কিউবায় এর জন্য চারবার চিকিৎসা নেন। | Chávez combatteva contro il cancro già dal 2010 e si era sottoposto a trattamenti a Cuba in 4 diverse occasioni. |
4 | ২০১২ সালের ৭ অক্টোবর, নির্বাচনে জয়লাভের পর, যা তাকে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিশ্চিত করেছে, তিনি ডিসেম্বরে ঘোষণা দেন যে তাকে আরেকটি অস্ত্রোপচারের জন্য কিউবা যেতে হবে। | Il 7 ottobre del 2012 aveva vinto le sue quarte elezioni, che gli avrebbero concesso il mandato presidenziale fino al 2019. Tuttavia a dicembre si era nuovamente recato a Cuba per un ulteriore intervento. |
5 | ৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নি, শ্বাস-প্রশ্বাসের জটিলতা ও ক্যান্সার বৃদ্ধির কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। | Dopo oltre 80 giorni di assenza, era tornato nel Paese ma il suo stato di salute si era rapidamente aggravato a causa di complicazioni respiratorie dovute all'avanzare del cancro. |
6 | টুইটার ব্যবহারকারীরা মাদুরোর ঘোষণার সাথে সাথেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। | Su Twitter la gente commenta a caldo la notizia subito dopo l'annuncio di Maduro. |
7 | @মারুজাতারে [es] লিখেছেন: | @marujatarre [es, come nei link successivi, salvo ove diversamente indicato] scrive: |
8 | @মারুজাতারে: মানুষটি মারা গেলেন এবং এক কাহিনী শুরু হল, এটি অপরিহার্য। | @marujatarre: Muore l'uomo e comincia la leggenda, è inevitabile. |
9 | হুগো শাভেজ ফ্রিয়াস, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে বারনার্ডো লনডয়ের সৌজন্যে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. | Hugo Chávez Frías, foto di Bernardo Londoy con licenza Creative Commons (CC BY-NC-SA 2.0) |
10 | ০) মারডি (@মারডিসিয়েন্টা) [es] শাভেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনঃ | Mardi (@mardicienta) ha parole di apprezzamento per Chávez: |
11 | @মারডিসিয়েন্টা: আমার সেনানী, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য কখনোই আপনাকে ধন্যবাদ দেয়া সম্ভব নয়। | @mardicienta: Non mi basterà l'intera vita per ringraziarti di ciò che hai fatto per noi, mio comandante. |
12 | আপনার বিপ্লবের বীজ সর্বদা প্রস্ফুটিত থাকবে! | Quello che hai seminato fiorirà per sempre in una rivoluzione d'amore! |
13 | এর মধ্যে @লাডিভাইনাডিভা [es] ঘোষণা দিয়েছেঃ | Mentre @LaDivinaDiva scrive: |
14 | @লাডিভাইনাডিভা: এবং আশা করা যায় যে এখন আমরা অপ্রয়োজনীয় সাহসিকতা বাদ দিয়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পারব | @LaDivinaDiva: speriamo che si comprenda finalmente che è il momento di smetterla con le contrapposizioni e si cominci a risolvere i conflitti in pace e armonia |
15 | হুগো শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলায় ক্ষমতাসীন ছিলেন। | Hugo Chávez è stato al governo in Venezuela dal 1999 al 2013. |
16 | তিনি ৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করেন। | Ha vinto per 4 volte le elezioni presidenziali e promulgato una nuova Costituzione. |
17 | তার সাম্রাজ্যবাদ-বিরোধী সরকার পদ্ধতি সারাবিশ্বে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত, যদিও তার দেশ যুক্তরাষ্ট্রের তেলের উৎস ছিল। | In tutto il mondo è diventato famoso per la sua ideologia anti-imperialista, molto critica verso le ingerenze degli Stati Uniti in America Latina, che sono però tutt'ora i maggiori acquirenti del petrolio venezuelano. |
18 | তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সংহতির জন্য কিছু প্রস্তাব দিয়েছিলেন। | La sua azione si è caratterizzata anche per l'impegno verso una sempre maggiore cooperazione tra paesi dell'America Latina e dei Caraibi. |
19 | নিজের দেশে, তার শাসনামলে উচ্চমূল্যে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দেশের দরিদ্র জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ব্যয় করেন। | In politica interna si è speso a favore delle classi più indigenti, finanziando le sue politiche sociali con la vendita del petrolio a prezzi elevati. |
20 | ভেনেজুয়েলায় শাভেজ সমর্থক ও বিরোধীদের দ্বন্দ্বের কারণ হিসেবে উল্লেখিত বিভক্ত রাজনীতিনিয়ে আলোচনা অপরিহার্য, যা দুই দ্বন্দ্বমুখর অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বিষয়কে জটিল করে তুলেছে। | Tuttavia i suoi anni di governo hanno prodotto anche una decisa polarizzazione [it] nel Paese tra i due punti di vista opposti e inconciliabili di chavisti e antichavisti, situazione che complica la comprensione dei fatti dall'esterno. |
21 | তারপরও, প্রেসিডেন্টের মৃত্যু এক জাতীয় শোক পালনের সময়। | Nonostante tutto la morte del Presidente è senza dubbio un momento di lutto per tutta la nazione. |