Sentence alignment for gv-ben-20120608-27501.xml (html) - gv-ita-20120605-61043.xml (html)

#benita
1অং সান সু কির থাইল্যান্ড সফরAung San Suu Kyi in visita alla Tailandia
2নোবেল বিজয়ী অং সান সু কি যখন সর্বশেষ মিয়ানমার ত্যাগ করেছিলেন রোনাল্ড রিগ্যান তখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সেটা ২৪ বছর আগের কথা।Ronald Reagan era ancora presidente degli Stati Uniti l'ultima volta che il Nobel per la Pace Aung San Suu Kyi lasciò il Myanmar.
3এই সপ্তাহে তিনি থাইল্যান্ড সফরে রয়েছেন যেখানে তিনি ব্যাংককে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি বক্তৃতা দিয়েছেন। সু কির ঐতিহাসিক সফর সাথে সাথেই বিশ্বের সামাজিক মাধ্যমগুলোর নজর কেড়েছে।Sono passati 24 anni, e quest'ultima si è recata [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato] in Tailandia per tenere un intervento al Forum Economico Mondiale [it] di Bangkok.
4এদিকে, নেট নাগরিকগণ থাইল্যান্ডে সু কির সফর পর্যালোচনা করতে #assk (আস্ক) হ্যাশট্যাগ ব্যবহার করছেন।La storica visita di Suu Kyi ha subito attirato l'attenzione dei media.
5ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সু কি। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফ্লিকার পাতা থেকে ছবিI netizen, da parte loro, hanno usato l'hashtag #assk per seguirne il viaggio nel Paese..
6@Juarawee (জুয়ারাউই) RT @JonahFisher: ব্যাংককের বাইরে হাজার হাজার জনতা অং সান সু কির পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।@Juarawee: RT @JonahFisher: in migliaia aspettano l'arrivo di #ASSK appena fuori Bangkok.
7ফুল।Fiori.
8সঙ্গীত।Canti.
9এটি একটি উদযাপন।È una festa.
10@sdmireland(এসডিমায়ারল্যান্ড) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কির জন্য দাঁড়িয়ে করতালি এবং আমি নিশ্চিত কণ্ঠ বাধাগ্রস্ত…@sdmireland: Standing ovation per #ASSK al #WEF e io ho il nodo alla gola… Suu Kyi al Forum Economico Mondiale.
11@WattaneeNYY(ওয়াট্টান্যানী) “এটা সত্যি যে আমরা বাকি সবার পেছনে, কিন্তু তার মানে হল আমরা বাকি সবার ভুলগুলো থেকে শিখতে পারি।”Immagine Flickr dalla pagina del WEF @WattaneeNYY: “È vero che noi siamo dietro a tutti gli altri, ma ciò significa che possiamo imparare dagli errori di tutti gli altri.”
12#ASSK #WEF#ASSK #WEF
13@YossieBistro(ইয়োসিবিস্ট্রো) থাইল্যান্ডে অং সান সু কিকে স্বাগতম।@YossieBistro: Benvenuta in Tailandia #ASSK.
14আপনার এখানে আসা শুধু একটি সফরই নয়।Averti qui non è solo una visita.
15এটি অবশ্যই রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।È senza dubbio un passo importante per la storia della politica.
16@OliverLaceyHall(অলিভারল্যাসিহল) ২৪ বছর পর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কিঃ “আমি সবসময়ই আলোর প্রতি আকৃষ্ট হয়েছি।@OliverLaceyHall: #ASSK al #WEF approda a Bangkok dopo 24 anni: “Sono rimasta affascinata dalle luci.
17বার্মার বিদ্যুৎ আইন প্রয়োজন”Burma ha bisogno di una politica energetica”
18সু কি বিদ্যুৎহীন অবস্থার কথা বলেছেন যা গত সপ্তাহে মিয়ানমারের অনেক প্রধান শহরগুলোতে বিদ্যমান ছিল।Suu Kyi si riferisce ai blackout elettrici che hanno colpito parecchie città chiave del Myanmar la scorsa settimana.
19বিদ্যুৎস্বল্পতার কারণে দেশটিতে কিছু শান্তিপূর্ণ মিছিল হয়েছে।La mancanza di elettricità ha innescato parecchie proteste pacifiche nella nazione.
20থাইল্যান্ডে সু কিকে বিশাল জনতার স্বাগতম।La grande folla che ha accolto Suu Kyi in Tailandia.
21ছবি @seacorro এর সৌজন্যেImmagine di @seacorro
22সু কি থাইল্যান্ডে বসবাসকারী ৩০০,০০০ অভিবাসীর একটি শহর ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই মিয়ানমার থেকে আগত।Suu Kyi ha visitato una città tailandese dove risiedono 300.000 emigrati, la maggior parte dal Myanmar.
23অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা তার বক্তৃতা শোনার অপেক্ষায় ছিলঃMolti hanno atteso ore per poter ascoltare il suo discorso:
24@newley(নিউলি) সামুট সাখনের আবহাওয়া তীব্র ছিল, যেখানে অং সান সু কি সকালে মিয়ানমার থেকে আগত অভিবাসীদের সাথে কথা বলেছেন, @Anasuya (আনাসুইয়া) আমাকে বলেছেন।@newley: L'atmosfera era elettrica a Samut Sakhon, dove stamane Aung San Suu Kyi ha parlato agli emigrati dal Myanmar, me lo ha detto @Anasuya.
25@JonahFisher(জোনাহফিশার) ২৪ বছরে বার্মার বাইরে প্রথম সকাল সবচেয়ে দরিদ্র ও প্রতিবাদী কাউকে নির্বাচন করেছে।@JonahFisher: È la prima mattina lontano da Burma in 24 anni e ha scelto di trascorrerla con alcuni tra i più poveri e disperati.
26তিনি অং সান সু কি।Questa è Aung San Suu Kyi.
27Thai InnoMemes (থাইউনোমেমস) “আনন্দ!!!”Thai InnoMemes: ”Evviva!!!”
28…গণতান্ত্রিক নেত্রী অং সান সু কি দুই দশকেরও বেশি সময় পর থাইল্যান্ডে মিয়ানমারের অভিবাসী কর্মীদের সাথে সাক্ষাতের জন্য তাঁর প্রথম ঐতিহাসিক সফর করলেন…La leader democratica Aung San Suu Kyi ha fatto il suo primo storico viaggio oltremare dopo oltre due decadi incontrando i lavoratori migranti dal Myanmar in Tailandia
29@tonravee(টনরাভী) তিনি বলেন মিয়ানমারে এমন অবস্থা সৃষ্টি করাই মূল লক্ষ্য যেখানে আমাদের অভিবাসী কর্মীরা আমাদের দেশে ফিরে আসতে পারে ও শান্তিতে কাজ করতে পারে।@tonravee: Ha detto che lo scopo ultimo è quello di creare una situazione in Myanmar tale che i lavoratori migranti possano tornare e lavorare nella loro nazione pacificamente.
30@ThanongK(থানঙ্গক) RT @wayne_hay(ওয়েইন_হে): অং সান সু কি কমিউনিটি সেন্টারে পৌঁছানোর পর বিশৃঙ্খল অবস্থা ছিল।@ThanongK: RT @wayne_hay: Scene di caos a Samut Sakhon quando #ASSK è arrivata nella comunità.
31তাকে ধাক্কা ও ঠেলে দেয়া হয়েছিল।È stata urtata e spinta.
32সু কি একটি সংসদ আসন জিতেছেন এবং তাঁর দলও জনমত পরিবর্তন জরিপে জিতেছে।Suu Kyi ha conquistato un seggio parlamentare alle recenti elezioni, e il suo partito ha ottenuto una schiacciante vittoria elettorale.
33গত বছর নিষেধাজ্ঞা থেকে সু কির মুক্তি এবং মূলধারার রাজনীতিতে তাঁর অংশগ্রহণ অনেকের মনেই মিয়ানমারে পরিবর্তনের জন্য তাঁকে প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী হিসেবে ভাবিয়ে তুলেছে।Il suo rilascio dello scorso anno e l'entrata in politica sono stati accolti da molti come un segno promettente di riforma in Myanmar.