# | ben | ita |
---|
1 | ভারত: অস্কার পুরষ্কারে বাজিমাত করেছে স্ল্যামডগ মিলিওনিয়ার | India: reazioni al successo agli Oscar di ‘Slumdog Millionaire’ |
2 | ভারতে রচিত একটি উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি বৃটিশ সামাজিক চলচ্চিত্র ড্যানিয়েল বোয়েলের স্ল্যামডগ মিলিওনিয়ার ৮১ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড উৎসবে একদম বাজিমাত করে দিয়েছে। | Slumdog Millionaire [it], di David Boyle, film britannico di taglio sociale tratto da un romanzo ambientato in India, ha fatto incetta durante l'ottantunesima cerimonia del premio Oscar. |
3 | এর ব্রিটিশ এবং ভারতীয় কর্মীরা সেরা চলচ্চিত্রের পুরষ্কারটি সহ মোট ৮ টি পুরষ্কার জিতে নিয়েছে। | Il cast britannico e indiano si è aggiudicato 8 Oscar [in] compreso quello alla miglior fotografia. |
4 | এটি ছিল সত্যি ভারতের দিন যেহেতু ভারতের উপর নির্মিত্ত অন্যএকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মাইল পিনকি'ও একটি অস্কার জিতেছে। | È stata senza dubbio la grande serata dell'India, visto che Smile Pinky [in], altro breve documentario ambientato in India, ha vinto un Oscar. |
5 | হলিউডে স্ল্যামডগ মিলিওনিয়ার এর অভিনেতা অভিনেত্রীদের একটি অংশ - ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী কৌশিক এবং ব্যবহার করা হয়েছে ক্রিয়েটিভ কমন লাইস্যান্স এর অধীনে। | |
6 | সারা বিশ্বের মানুষ দেখেছে পুরষ্কার বিতরণী উৎসবটি। | La cerimonia è stata seguita in tutto il mondo. |
7 | কেউ কেউ আবার সরাসরি ব্লগিং করছিল যেমন সেপিয়া মিউটিনি। | Alcuni hanno publicato post in diretta, come Sepia Mutiny [in]. |
8 | সরাসরি সম্প্রচারের সময় মিনিটের মধ্যে শত শত টুইটার ম্যাসেজ প্রকাশিত হয় যেখানে রাজেশের মত কণ্ঠস্বর বলে ওঠে: | Migliaia di messaggi sono stati diffusi via Twitter durante la trasmissione in diretta, come quello di Raajesh che diceva: |
9 | ভারত এখন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে | Prerna su No Borders and Binaries scrive [in]: |
10 | নো বর্ডার এবং বাইনারি ব্লগে প্রেরনা বলেন: পর্যটন ভিসায় ভারতের একদল অনুপ্রবেশকারী এবং তাদের ব্রিটিশ সহযোগী এসে বহুপ্রত্যাশিত এবং সম্মানের অস্কার দেশে নিয়ে গেছে যা পৃথিবী দেখলো। | Un orda di invasori indiani e i loro alleati britannici con un visto turistico si sono portati a casa gli ambiti e preziosi Oscar mentre il mondo stava a guardare. |
11 | বিশেষ করে, একজন, এ আর রহমান বিস্মিত এবং অভিভূত করেছে সকলকে তার সুরের প্রজ্ঞায় এবং সে কথাও বলছিল তামিলে। | Uno in particolare, A R Rahman, ha stupito e incantato tutti con il suo genio musicale sparando frasi in lingua Tamil. |
12 | এটা আমেরিকা, ইংরেজী ভাষা যেখানে সর্বত্র চলে!! | Questa è l'America, solo inglese!! |
13 | এবং অবশ্যই অনেকে আছে যারা ভারতীয়দের অস্কারে অনুপ্রবেশ পছন্দ করেনি: দেখেছ? | E ovviamente c'è chi non vede di buon occhio l'invasione indiana ad Hollywood:: |
14 | এই ভারতীয়রা সব অস্কারগুলো ঝেড়ে নিয়ে যাচ্ছে! প্রথমে নিয়েছে আমাদের কল সেন্টারগুলো, এখন অস্কারগুলো। | Eppure molti blogger indiani sono stati cauti nel riconoscere l'impresa di ‘Slumdog Millionaire'. |
15 | এর পরে কি? অনেক ভারতীয় ব্লগার ‘স্ল্যামডগ মিলিওনিয়ার' এর কৃতিত্বকে প্রশংসা করায় উৎসুক ছিল না। | Abbiamo sottolineato le diverse reazioni di molti indiani a questo film in un post precedente su Global Voices [in]. |
16 | এই সিনেমা সম্পর্কে অনেক ভারতীয়র মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে গ্লোবাল ভয়েসের আগের একটি পোষ্টে। | Molti abitanti delle baraccopoli di Mumbai, dove è stato girato il film, hanno protestato per essere stati chiamati slumdog. |
17 | মুম্বাইয়ের অনেক বস্তিবাসী, যেখানে সিনেমাটি শুটিং করা হয়েছিল, এর বিরুদ্ধচারণ করেছে কারণ সিনেমাটিতে তাদেরকে বস্তির কুত্তা বলা হয়েছে। | |
18 | মিরা সিনহা লেখেন: | Meera Sinha scrive [in]: |
19 | স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রটি ভারতীয় দারিদ্রতার কোন সংঙ্গা মনে করে দেখা উচিৎ নয় ধরনের আবেগ সত্ত্বেও, চলচ্চিত্রটি আটটি অস্কার জেতার পর ভারতকে খ্যাতির আলোকে দেখাটা বেশ উত্তেজনাপূর্ণ। | Pur ritenendo che Slumdog Millionaire non vada considerato una fotografia reale della povertà indiana, è stato entusiasmante vedere l'India salire alla ribalta dopo che il film ha vinto 8 Oscars. |
20 | আমি আরও বেশী লেখার জন্য উদ্বুদ্ধ, কিন্তু আমি উদযাপন মুহুর্তগুলো তুলে ধরব এবং চলচ্চিত্রটি সম্পর্কে আমার নিজস্ব ধারণা সম্পর্কে বিস্তৃত বর্ণনা হতে বিরত থাকব। | Sono tentata di scrivere qualcos'altro ma mi godo il momento di festa ed evito ulteriori dettagli su varie questioni [in] relative al film. |
21 | র্যানডম থটস অফ আ ডিমেন্টেড মাইন্ড এ গ্রেট বন্গ অতটা মুগ্ধ ছিলনা যদিও: | Neppure Great Bong su Random Thoughts Of A Demented Mind è rimasta eccessivamente colpita [in] : |
22 | প্রথমে বলতে হয় অ্যাকাডেমি বিচারকরা যেসব বিষয় সহানুভুতির সাথে দেখে স্ল্যামডগ মিলিওনিয়ার বেশ সুচিন্তিতভাবে এবং কার্যকরভাবে তাদের অনেকগুলিকেই তুলে ধরেছে। | In primo luogo Slumdog Millionaire tocca in maniera deliberata ed efficace il ben noto lato debole giudici dell'Accademia. |
23 | একটি পরীক্ষায় পাশ করার জন্য, মেধায় সর্বোত্তম হওয়ার কোন প্রয়োজন নেই- এমনকি একজন গড়পড়তা ব্যক্তি অনেক ভালো করতে পারে যদি সে শিক্ষককে সন্তুষ্ট করার ‘পন্থা'টা ধরতে পারে এবং তা সীমিত পাঙ্গমতার মধ্যেও যথাযথভাবে পূরণ করতে পারে। | Per superare un esame in modo brillante non devi essere necessariamente il migliore - anche un persona mediocre può eccellere se capisce il “sistema” e fa esattamente quanto ci si aspetta. |
24 | স্ল্যামডগ মিলিওনিয়ার সেটাই প্রশংসাজনক ভাবে করেছে। | Slumdog Millionaire lo fa in maniera ammirevole. |
25 | হিতেশ বাগাই তার বিষ্ময় প্রকাশ করেছে একটি টুইটার ম্যাসেজে: | Hitesh Bagai si chiede in un messaggio su Twitter: |
26 | কেন ভারত/চীনের দারিদ্রতা নিয়ে একটি ছবি অস্কার পায় আর একটি হাসিখুশি বিষয়ের ছবির কোন মূল্যায়ন হয় না? | Lekhni su The imagined Universe cerca di capire “Perchè gli indiani odiano Slumdog Millionaire“ [in] |
27 | ইমাজিন্ড ইউনিভার্স এ লেখনী খুঁজতে চেষ্টা করেছেন “ কেনো ভারতীয়রা স্ল্যামডগ মিলিওনিয়ার কে ঘৃণা করছে?” | Mi chiedo se critichiamo questo film soprattutto perchè descrive una parte dell'India sulla quale non ci concentriamo molto. |
28 | আমি অবাক হই যদি চলচ্চিত্রটিতে আমদের মূল আপত্তি এই কারনেই হয়ে থাকে যে এটি ভারতের এমন এক অংশকে চিত্রায়িত করেছে যা আমরা দেখাতে চাই না। | |
29 | আমরা সচারচর আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপরে উঠে আসা মধ্যবিত্তদের উদযাপন করতে পছন্দ করি। | Ci piace celebrare la nostra crescita economica e la rinascente classe media. |
30 | আমরা আমাদের নতুন শপিং মল এবং কাচে ঘেরা দালানকে তুলে ধরতে পছন্দ করি। | Ci piace mostrare i nostri centri commerciali e i palazzi di vetro. |
31 | চলচ্চিত্রটি মধ্যবিত্তের উন্নতির অতকিছু দেখায়নি। | Il film non mostra granché la prosperità della classe media indiana. |
32 | এটি দেখিয়েছে সেই অন্য ভারতকে যা আমাদের অনেকেই ভাল করে জানে না, অথবা ভাবতেও চায়না - দরিদ্র ভারতকে যা সকল সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্রই রয়ে গেছে। টাটভাম (ভেতরের সত্য) ব্লগে শ্রীপ্রিয়া চলচ্চিত্রটি পছন্দ করেছেন এবং লিখেছেন: | Mostra l'altra India, quella che non molti tra noi conoscono bene, quella a cui non piace pensare - l'India povera che è rimasta povera malgrado tutta la recente crescita economica. |
33 | কেন কোন একজন চলচ্চিত্র নির্মাতা একটি শহর বা একটি দেশকে সঠিকভাবে ফুটিয়ে তোলার বোঝাটি কাধে নেবেন? | Perché diamine un regista dovrebbe assumersi il peso di rappresentare una città o un nazione? |
34 | তিনি তো কোন ডকুমেন্টারী তৈরী করছেন না। | Non sta facendo un documentario. |
35 | বলার মত এখানে একটি গল্প আছে। | C'è una storia da raccontare. |
36 | যা একটি শহরের সামান্য অংশে সীমাবব্ধ যা নেয়া হয়েছে একটি কাল্পনিক জীবন এর দর্শন হতে। | Riguarda un pezzo della vita della città. |
37 | চলচ্চিত্র নির্মাতার কাজ হলো তার ক্ষমতার সর্বোত্তম উপায়ে সেই গল্পটা বলা। | Compito del regista è raccontare tale storia al meglio delle proprie capacità. |
38 | এবং ড্যানি বয়েল ঠিক সেই কাজটিই করেছেন। | Ed è esattamente quanto ha fatto Danny Boyle. |
39 | এবং আমি তার ফলাফলে খুশি। | E a me il risultato è piaciuto moltissimo. |
40 | প্রেরণা ভারতের (মেধা ও) সামর্থ্যকে নির্দেশ করেছেন এবং উপসংহার টেনে বলেছেন: | Prerna sottolinea le capacità dell'India e conclude così [in]: |
41 | অবশ্যই, এটি ‘ভারতীয় বিষয়' এর উপর একজন বৃটিশ পরিচালককে সিনেমা নির্মানে উদ্বুদ্ধ করেছে এবং ভারতীয় কলাকুশলী যারা বিগত বহু দশক ধরেই উচুঁ মানের কাজ করছেন (যেমন গুলজার, এ আর রহমান, পোকুটি) তাদের অস্কার জিতিয়েছে। | Certo, ci voleva un regista britannico che facesse un film su un ‘soggetto indiano' per far vincere l'Oscar ai tecnici indiani che hanno prodotto lavori superiori da decenni (ad esempio, Gulzar, A R Rahman, Pookutty). |
42 | স্ল্যামডগ মিলিওনিয়ার কোনভাবেই বলিউডের তালিকার উপরের সিনেমার ধারেকাছে নয়। এটি গতানুগতিক ‘টাকার সাথে লড়াইয়ে ভালবাসাই জয়ী হয়' ধরনের বহুল পরিক্ষীত এক সাধারণ চিত্রনাট্য। | Slumdog Millionaire non si avvicina neppure ai milgiri film di Bollywood, considerato il tema, semplice e ampiamente affermato, dell'ammore che ha la meglio sul denaro. |
43 | এবং এটি এ আর রহমান বা গুলজার এর সেরা কর্মও নয়। | E questa non è certo l'opera migliore di A R Rahman o Gulzaar. |
44 | একই সাথে এটি উৎসাহব্যঞ্জক যে ঐ সুরের কৃত্তিমানরা অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল যার জন্য তা শেষমেষ একটি ভারতীয় চলচিত্রই। | Allo stesso tempo, è rincuorante vedere questi grandi musical ottnere finalmente riconoscimento internazionale per quello che in fin dei conti è un film indiano. |
45 | যাই হোক, এটা সাফল্যের জন্য কোন মানদন্ড হওয়া উচিৎ নয়। | Tuttavia, non dovrebbe essere questo il segno del successo. |
46 | এ আর রহমানের হলিউডকে প্রয়োজন নেই; বরং হলিউডের প্রয়োজন তাকে। | Non è AR Rahman ad aver bisogno di Hollywood; è Hollywood che ha bisogno di lui. |
47 | যাইহোক তারপরও অভিনন্দন, স্ল্যামডগ মিলিওনিয়রকে এবং প্রত্যেক ভারতীয়কে যারা এটিকে তাদের সিনেমা মনে করে। | Comunqe sia, congratulazioni a Slumdog Millionaire e a tutti gli indiani che lo considerano il loro film. |