Sentence alignment for gv-ben-20140409-42605.xml (html) - gv-ita-20140410-91572.xml (html)

#benita
1পেরু এবং চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছেTerremoto di magnitudo 8.3 colpisce Cile e Perù
2ছবি@২৪হোরাসটিভিএন-এর টুইটার একাউন্ট থেকে নেওয়াImmagine tratta da @24HorasTVN (account Twitter)
3[উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপেজ নির্দেশ করে]
4মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪-এ, ৮. ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণে, এবং একই সাথে প্রতিবেশী বলিভিয়ায় আঘাত হানে, যার কারণে উপকূল এলাকায় সুনামি সঙ্কেত জারী করা হয়।Un potente terremoto [es, come i seguenti, salvo diversa indicazione] di magnitudo 8.3 ha colpito il Cile settentrionale e il Perù meridionale, incluso le vicine aree in Bolivia, nella prima serata di martedì 1 aprile 2014, lanciando un'allerta tsunami sulla costa.
5এই ঘটনায় চিলিতে ছয় জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পেরুর এক নাগরিক রয়েছে।In Cile sono morte sei persone, compreso un uomo peruviano.
6পেরুতে এই ভূমিকম্পে সেই তিনটি শহরে উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি, যেগুলোতে সবচেয়ে জোরালো ভাবে ভূকম্প অনুভূত হয়, এই শহর তিনটি হচ্ছে টাকনা, মোকুইয়েগুয়া এবং আরেকুইপা।In Perù non si segnalano danni ingenti nelle tre città maggiormente colpite dal movimento tellurico - Tacna, Moquegua e Arequipa.
7ভূকম্প এবং পরবর্তী সময় পেরুর নাগরিকরা টুইট করেছে।I peruviani hanno postato su Twitter durante e dopo la scossa.
8সেখানে কয়েকজন জানাচ্ছে যে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে টাকনা শহরে বিদ্যুৎ ছিল না:Qualcuno ha segnalato che la città di Tacna è rimasta senza elettricità a causa del crollo dei pali elettrici:
9টাকনা শহরে প্রবল ভূকম্প অনুভূত হয়েছিল, শহরটি এখন বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে।Nella città di #Tacna la scossa è stata nettamente avvertita, in città manca l'energia elettrica #AlertaNoticias
10লা লিনটেরনা রেডিওর সংবাদ এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে:Un post di Radio La Linterna fornisce ulteriori dettagli:
11টাকনা থেকে সংবাদ এসেছে, কয়েক সেকেন্ড আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।Trasmettiamo da Tacna a seguito del potente terremoto avvertito pochi istanti fa
12সংবাদ পাওয়া গেছে, মোকুইয়েগুয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে কোন মোবাইল ফোন সেবা পাওয়া যাচ্ছে না:Stando a quel che si dice, corrente elettrica e servizi telefonici sono saltati a Moquegua:
13টাকনা এবং মোকুইয়েগুয়ায় কোন বিদ্যুৎ নেই।Le regioni di Tacna e Moquegua senza elettricità.
14ভূকম্পনের পর মুভিস্টার এবং ক্লারো মোবাইল ফোনের সেবা বন্ধ রয়েছে। …I servizi di telefonia Movistar e Claro sono fuori uso dopo il terremoto…
15চিলি থেকে সংবাদ এসেছে সেখানকার শহরগুলো খালি করে দেওয়া হয় এবং সাথে সাথে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামির শঙ্কা দেখা দেয়।Dal Cile arrivano aggiornamenti di evacuazione dalle città lungo la costa settentrionale in previsione di un possibile tsunami:
16সাম্প্রতিক সংবাদ- আরিকার সংবাদদাতার দেওয়া সংবাদ অনুসারে উত্তর চিলিতে ঘরসমূহ খালি করার কাজ নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে।ULTIM'ORA - L'evacuazione nel Cile settentrionale procede con calma, secondo il nostro corrispondente ad Arica.
17ছবি: সুনামি সতর্কতার কারণে যে ভাবে উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হয়।FOTO: Si stanno evacuando così le coste del Cile, dopo l'allerta Tsunami.
18একই ভাবে, পেরুর দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ প্রদান করা হয়:Allo stesso modo, scatta un ordine di evacuazione in Perù per diverse città nel sud del paese:
19জরুরী:পেরুর উপকূলীয় এলাকা আরেকুইপা, আইকা, টাকনায় এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছেURGENTE: Ordine di evacuazione per il litorale peruviano: Arequipa, Ica, Tacna.
20জরুরী -চিলিতে ভূমিকম্প: এএফপিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির দক্ষিণের নাগরিকদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।URGENTE - TERREMOTO IN CILE: le autorità peruviane comunicano all'agenzia AFP che stanno evacuando la popolazione nel sud del paese.
21জরুরী -চিলিতে ভূমিকম্প: কোস্টা ভের্দা [লিমার উপকূলীয় এলাকা] থেকে সান মুগুয়েল, মাগদালেনা, সান ইসিদ্রো, মিরাফ্লোরেস এবং লিমার বারানকো যোগাযোগ বিছিন্ন।URGENTE - TERREMOTO IN CILE: A Lima chiusi gli accessi alla Costa Verde da San Miguel, Magdalena, San Isidro, Miraflores e Barranco.
22দক্ষিণ পেরুর ইলো এবং টাকনায় প্রথম সুনামির ঢেউ-এর আঘাত হানার সংবাদ পাওয়া গেছে: লা পুনটা কোলোয়ায় সন্ধ্যা ৮.L'arrivo delle prime onde dello tsunami sono segnalate sulle coste di Ilo e Tacna nel Perù meridionale:
23৩১ মিনিট, ইকাতে সন্ধ্যা ৭.
24৩৯ মিনিটে সুনামি আঘাত হেনেছে। টানকা এবং মোকুইয়েগুয়াতে ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে।Le onde dello tsunami raggiungono La Punta Callao alle 20:31, Ica alle 7:39, a Tacna e Moquegua stanno arrivando.
25এদিকে ইতোমধ্যে চিলিতে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হবার সংবাদ পাওয়া গেছে।:Nel frattempo, in Cile, si segnalano scosse di assestamento:
26চিলি: শক্তিশালী এক ভুমিকম্পের পর ৫ মাত্রার এক কম্পন অনুভূত হয়েছে।CILE: Scosse di almeno 5 gradi di magnitudo dopo il potente terremoto.
27বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারী করেছেQuesti sono i paesi con allerta tsunami.