# | ben | ita |
---|
1 | কলম্বিয়াতে কৃষি ধর্মঘট দীর্ঘায়িত হওয়ায় নাগরিকরা উদ্বিগ্ন | |
2 | গত ১৯ আগস্ট থেকে কলম্বিয়াতে একটি কৃষি ধর্মঘট চলছে। | Colombia: i cittadini sostengono lo sciopero agrario |
3 | জমিতে ফসল বুনে কৃষকেরা যাতে সম্মানের সাথে জীবনধারণ করতে পারে, এই ধর্মঘটের মাধ্যমে সরকারের কাছ থেকে তাঁরা সেই নিশ্চয়তাটুকু চায়। কৃষিক্ষেত্রের সম্ভাবনা অনেক বেশি এমন একটি দেশে একেক জনের একেক মত হয়ে থাকে এবং এটি এমনভাবে আবির্ভুত হয় যেন এক্ষেত্রে কোন সমঝোতাপূর্ণ সমাধান দেখা [স্প্যানিশ ভাষায়] যায় না। | In Colombia lo scorso 19 agosto è iniziato uno sciopero del settore agrario [es, come tutti i link a seguire] (ancora in atto al 23 agosto, N.d.T.) attraverso cui gli agricoltori chiedono al governo garanzie che permettano loro di vivere degnamente con la coltivazione della terra. |
4 | এটি নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার ব্যাপারে অগণিত মতামত এসেছে। | In un Paese in gran parte agricolo, le opinioni variano e non sembra esserci all'orizzonte alcuna soluzione. |
5 | তাতিয়ানা মিনা (@তাতিয়ানামিনাভি) [স্প্যানিশ ভাষায়] বলেছেনঃ | Per questo motivo numerosi cittadini hanno espresso la loro preoccupazione. (@TatianaMenaV) dice: |
6 | আমাকে স্বীকার করতে হবেঃ আমি দেশের পরিস্থিতি নিয়ে খুব দুঃখিত এবং এমন একটি পরিস্থিতি যেখানে অনেক লোক দরিদ্রতার মধ্যে বসবাস করছে। সেটি এমনকি আরো বেশি দুঃখজনক… | Devo confessarlo: sono molto dispiaciuta per le condizioni in cui versa questo paese e ancora di più per la situazione che sta vivendo la sua gente: la povertà… |
7 | মারিয়া ফারনান্দা ক্যারাস্কেল (@মাফেক্যারাস্কেল) [স্প্যানিশ ভাষায়] কলম্বিয়ার জন্য ভিন্ন ধরনের একটি দৃশ্য কল্পনা করেন। | Maria Fernanda Carrascal (@MafeCarrascal) immagina scenari differenti per la Colombia e accompagna la sua opinione con un'immagine: |
8 | তাই তিনি একটি ছবি সহ তাঁর পোস্টটি একসাথে দিয়েছেনঃ | Cosa ne sarebbe della Colombia, di noi, senza i nostri contadini? |
9 | কৃষকদের ছাড়া কলম্বিয়ার কি হতে পারে ? | #LoQueEsConLosCampesinosEsConmigo pic.twitter.com/d6odDRzkK1 |
10 | আমাদের কি হতে পারে ? | Mentre Soñando Despierto (@juanrhc) afferma: |
11 | (কার্টুনটিতে বলা হচ্ছেঃ “অসুবিধায় ফেলার জন্য দুঃখিত, আমরা আমাদের জীবন ঝুঁকিতে ফেলছি যেন তোমরা তোমাদের টেবিলে খাবার পাও”) | |
12 | এবং সোনান্দো দেসপিয়ের্তো (@জুয়ানআরএইচসি) [স্প্যানিশ ভাষায়] নিশ্চিত করে বলেছেনঃ | Negoziamo la pace con i guerriglieri terroristi e dichiariamo guerra a chi ci dà da mangiare. |
13 | [প্রেসিডেন্ট] সন্তোষ সন্ত্রাসী গেরিলাদের সাহায্যে শান্তি খুঁজছেন এবং যারা আমাদের খাবারের যোগান দেন তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। | |
14 | ভাষান্তর: “আমাদের যারা সব সময় খাবার খাওয়ায় তাঁদের আমরা কীভাবে সমর্থন না দিই!” | #LoQueEsConLosCampesinosEsConmigo “Come non appoggiare chi ci ha sempre dato da mangiare”. |
15 | ছবিঃ ফেসবুক থেকে লিলিয়ানা কাস্ত্রো মরাতো | Immagine di Liliana Castro Morato da Facebook |
16 | ইন্টারনেটের মাধ্যমে যারা তাঁদের মতামত পোস্ট করে যাচ্ছেন, এই কথোপকথনের মাঝখানে তাঁদের একটি সত্যিকার পদক্ষেপ চাওয়ার কথা উঠে এসেছে। | Ci sono poi altre voci, quelle di chi invita ad azioni concrete tutti coloro che si limitano ad esprimere la propria opinione sul web. |
17 | ম্যালি মেজিয়া (@ম্যালি) [স্প্যানিশ ভাষায়] নিচের মতামতগুলো প্রকাশ করেছেনঃ | Maly Mejía (@Maly) scrive: |
18 | (কৃষকদের অবস্থা হচ্ছে আমার অবস্থা) আমরা শুধু টুইটারে লিখছি কিন্তু বাস্তবে কিছুই করছি না। এতেই বোঝা যায় যে আমরা আসলে কেমন। | Tutti ci affrettiamo a scrivere su Twitter e nella vita reale non facciamo niente di concreto, siamo fatti così. |
19 | এবং রিকার্ডো কাসাস (@বিকজআইএমহাউজেজ) [স্প্যানিশ] ঠাট্টা করে বলেছেনঃ | E ancora Ricardo Casas (@BecauseImHouses) afferma con sarcasmo: |
20 | সত্যিকার কৃষক তারাই যারা লাইকের সংখ্যা এবং ভক্ত বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই করেন। | Altro che i contadini, i veri ribelli sono coloro che lottano sulle reti sociali per aumentare i propri “mi piace” e “preferito”. |
21 | অন্যদিকে, এল ছুরো [স্প্যানিশ ভাষায়] ব্লগটি ধর্মঘটের চতুর্থ দিনের একটি ছবি শেয়ার করেছেন এবং নিশ্চয়তা দিয়েছেনঃ | #LoQueEsConLosCampesinosEsConmigo Mentre il blog El Churro pubblica le foto del quarto giorno di sciopero e assicura: |
22 | এখন পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক প্রচার মাধ্যম এটিকে কলঙ্কিত করেছে। এটির গুরুত্ব কমিয়ে দিয়েছে এই বলে যে কৃষি ও জনপ্রিয় ধর্মঘট চলছে। | I media nazionali e regionali per il momento stigmatizzano, ridimensionando la portata dello sciopero degli agricoltori e del popolo. |
23 | প্রতিবাদের চতুর্থ দিনটি শেষ হলে প্রচার মাধ্যম রিপোর্ট [স্প্যানিশ ভাষায়] করেছে, অভাব এবং কারফিউ থেকে পরিমাপ করে দেখা যায় #LoQueEsConLosCampesinosEsConmigo (কৃষকদের পরিস্থিতি মানে আমার পরিস্থিতি) এবং #YoParoPor (আমি ধর্মঘট করছি কারন) #হ্যাশট্যাগের অধীনে কথোপকথনের অর্থ শেষ হয়নি। | Alla fine del quarto giorno di protesta, i media hanno riferito della scarsità di prodotti agricoli e dell'adozione del coprifuoco, due motivi per cui di sicuro la conversazione on line con gli hashtag #LoQueEsConLosCampesinosEsConmigo y #YoParoPor andrà avanti. |
24 | সরকার দেশ জুড়ে ৩০ টির বেশি রাস্তা বন্ধ [স্প্যানিশ ভাষায়] নামে একটি রিপোর্টও করেছে। সাম্প্রতিক সময়ে দাঙ্গা স্কোয়াডের চালানো আক্রমনের সম্পর্কে নাগরিক ভিডিওগুলো কিছু রিপোর্ট করেছে। | Il governo segnala inoltre il blocco di più di 30 strade in tutto il Paese e parallelamente diversi video girati da cittadini documentano aggressioni da parte della polizia locale. |