Sentence alignment for gv-ben-20110920-20100.xml (html) - gv-ita-20110906-44472.xml (html)

#benita
1ইরান: হাসুন, শাসকেরা আপনার ইমেল পাঠ করছেIran: sorridi, il regime legge le tue email
2ইরানের বেশ কিছু ব্লগার সেই সময় তাদের উদ্বেগ প্রকাশ করে, যখন তারা জানতে পারে যে গত দুই মাস ধরে তাদের জিমেইল ইনবক্স ইরান সরকারের পাঠের জন্য উন্মুক্ত হয়ে রয়েছে এবং তাদের ভিন্ন মতাবলম্বীদের শিকারে পরিণত করা হচ্ছে।Un numero crescente di blogger iraniani sta esprimendo preoccupazione dopo aver appreso che la propria casella di posta Gmail [en] potrebbe essere stata resa disponibile al governo, che vi avrebbe accesso da un paio di mesi allo scopo di intercettare i dissidenti.
3রেডঅরবিট বলছে:RedOrbit [en] riferisce che:
4যে কোন গুগল সাইট থেকে এইচটিটিপি সংযোগে ডিজিটালি সাইন করতে দুর্বল এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে এবং ২০১১ সালে এটি ইস্যু করেছে ডিজিনোটার নামের হল্যান্ডের এক কোম্পানী।Un certificato SSL fraudolento è stato utilizzato come “firma digitale” per le connessioni sicure https verso qualunque sito di proprietà Google ed è stato rilasciato dalla società Olandese Diginotar lo scorso 10 luglio.
5বিশেষ করে যে সমস্ত ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদেরা গুগল সিস্টেমের নিরাপত্তার উপর তাদের আস্থা রেখেছে, তারা হয়তোবা এই হামলার শিকার হতে পারে।In particolare, i dissidenti politici che si sono affidati al sistema di sicurezza di Google potrebbero essere l'obiettivo dell'attacco.
6২ আগস্ট ২০১১-এ গুগল তার প্রতিক্রিয়া প্রদর্শন করে, সে জানায়:Google ha risposto così [en] il 29 agosto:
7আজ আমরা গুগল ব্যবহারকারীদের ক্ষেত্রে এসএসএল-এ ম্যান ইন-দি-মিডিল (এমআইটিএম) নামক আক্রমণের সংবাদ পেয়েছি, সম্ভবত কেউ তাদের মেইলে প্রবেশ করার চেষ্টা করছে এবং গুগল সেবার গোপনীয়তা উদ্ধারের চেষ্টা করছে… গুগল ক্রোম ব্যবহারকারী এই আক্রমণ থেকে সুরক্ষিত, কারণ ক্রোম প্রতারণাকে চিহ্নিত করতে পারে।“Oggi abbiamo ricevuto notizie di tentativi di attacchi man-in-the-middle nei confronti degli utenti Google, durante i quali qualcuno ha provato a inserirsi e crittografato i nostri servizi … Gli utenti di Google Chrome sono stati protetti da questo attacco perché Chrome è stato in grado di intercettare il certificato fraudolento.”
8মানবাধিকার প্রতিষ্ঠান আরেশ সেভম সতর্ক করে দিয়েছে যে টর, ইয়াহু এবং মজিলাও এই আক্রমণের শিকার হতে পারে।L'organizzazione non governativa per i diritti civili Arseh Sevom mette in guardia [en] sulla possibilità che anche Yahoo e Mozilla siano nel mirino degli hacker.
9এখানে আলি বোরহানীর (ইরান-ভিত্তিক এক আইটির ছাত্র) সাথে গুগলের যে আলোচনা হয়েছে, তা তুলে ধরা হল:Qui di seguito uno scambio [en] di informazioni tra Google e Ali Borhani, uno studente di informatica residente in Iran:
10কেমন আছেন আজ সকালে আমি যখন আমার জিমেইল এ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করি, সে সময় আমি ক্রোমের এক সার্টিফিকেট সতর্কতা খেয়াল করলাম।Ciao, oggi, provando ad accedere al mio account Gmail ho visto una finestra di avvertimento in Chrome. Ho catturato e salvato lo screenshot in un file.
11আমি এর এক স্ক্রিনশট নিলাম এবং এই সার্টিফিকেট ফাইলে সংরক্ষণ করে রাখলাম।Questo è il file certificato con screenshot in un file zip: http://www.mediafire.com/?rrklb17slctityb
12এই সেই সার্টিফিকেট ফাইল যা স্ক্রিনশট সহ এক জিপ ফাইলে পাঠানো হল। http://www.mediafire.com/?rrklb17slctityb এবং এই সেই ভূয়া ডিকোড সার্টিফিকেট-এর টেক্সট: http://pastebin.com/ff7Yg663 যখন আমি একটা ভিপিএন ব্যবহার করলাম, তখন আমি কোন সতর্কবার্তা দেখিনি।e questo è il testo del falso certificato decodificato: http://pastebin.com/ff7Yg663 Quando ho provato a usare una vpn (rete privata) non ho visto proprio nessun avviso!
13আমি মনে করি আমার আইএসপি কোম্পানী বা ইরান সরকার এই আক্রমণ করেছে (কারণ আমি ইরানে বাস করি এবং আপনারা হয়ত কমোডো হ্যাকার-এর কাহিনী শুনে থাকবেন!)।Penso che il mio ISP o il mio governo siano responsabili per questo attacco (dal momento che vivo in Iran e certamente avrete sentito parlare di Comodo, l'hacker!)
14ইরান অনলাইন সিকিউরিটি লিখেছে, যখন ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের গুগল ডকসে প্রবেশ করতে গেছে, তখন তারা এক সতর্কতা সঙ্কেত পেয়েছে।Su un blog iraniano che si occupa di sicurezza online si afferma [fa] che il messaggio di avviso si sia aperto quando gli utenti hanno provato ad aprire i loro Google Docs.
15এদিকে বেশ কিছু ব্লগার নিরাপত্তার সাথে ইন্টারনেট ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করেছে, যেমন ইমেইলে প্রবেশ করার জন্য প্রক্সি ব্যবহার করা। নিমা রাশেদান একজন এক সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ, আসলে কি ঘটেছে তার ব্যাখ্যা দিয়ে, তিনি ইরানের নেট ব্যবহারকারীদের জন্য একটি ভিডিও প্রকাশ করেছে।Mentre molti blogger hanno fornito informazioni per un uso sicuro di Internet, come ad esempio l'uso di proxy per accedere alla propria casella di posta elettronica, Nina Rashedan, un'esperta in cyber-security, ha pubblicato un video in cui spiega l'accaduto ai navigatori di Internet in Iran.
16ইমেইলের মাধ্যমে নিমা রাশেদান আমাকে বলেছে যে ইরানের বেশীরভাগ প্রচার মাধ্যম এই আক্রমণের গুরুত্ব উপেক্ষা করেছে।Nima Rashedan mi ha riferito via email che la maggioranza dei media iraniani ignora la gravità di quest'attacco.
17হ্যাকাররা ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ফাইল, আর্কাইভ প্রবেশ করতে পারে এবং দুর্ভাগ্যজনক ভাবে এই আক্রমণ কেবল গুগলের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, একই সাথে ইয়াহু এবং ফায়ারফক্স এর লক্ষ্যবস্তু ছিল।Gli hacker hanno messo le loro mani sulle password, sui documenti, negli archivi e sfortunatamente il tutto non è circoscritto a Google, poiché anche Yahoo e Firefox sono nel mirino.
18এই ঘটনায় ডিজিনোটার এখনো চুপচাপ রয়েছে, যদিও “ইরানিয়ান হ্যাকার” নামের একদল গ্রুপ এটি হ্যাক করে নিয়েছিল।Diginotar mantiene ancora il silenzio nonostante sia stata attaccata da un gruppo auto-nominatosi “Iranian hackers”.
19রাশেদান বলছে যে এতে যে ক্ষতি হল তা কল্পনার বাইরে এবং কমোডো হ্যাকিং এর সাথে এর কোন রকম তুলনা করা যায় না।Rashedan afferma che il danno va oltre ogni immaginazione e non è minimamente paragonabile a quanto compiuto da Comodo [en].
20ইরানের নেট ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নতুন এক প্রচারণা শুরু হয়েছে, যার লক্ষ্যবস্তু সম্বন্ধে আমরা পাঠ করি:Una nuova campagna [en] di protezione per gli utenti internet iraniani è stata lanciata:
21ইরানের নেট নাগরিকরা এক বিপজ্জনক পরিবেশের মধ্যে রয়েছে সে বিষয়ে সচেতন করা আমাদের লক্ষ্য, বিশেষ করে ডিজিনোটার নামক কেলেঙ্কারির পর।La nostra campagna punta a suscitare la consapevolezza del pericolo che corrono gli utenti iraniani, soprattutto a causa dello scandalo Diginotar.