# | ben | ita |
---|
1 | ফিলিস্তিনঃ গাজা বাসীরা পেল কেএফসি’র স্বাদ | Palestina: tunnel segreti per le consegne di fast food a Gaza |
2 | সাত ঘন্টা অপেক্ষা করার পর কেনটাকি ফ্রাইড চিকেন পেয়েছেন বলে ফিলিস্তিনির গাজা থেকে আনাস হামরা অভিযোগ করেছেন। সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমস তার গল্প নিয়ে প্রতিবেদন করেছে। | Il palestinese Anas Hamra di Gaza afferma [en, come i link successivi, eccetto dove diversamente indicato] che l'ordine effettuato presso il fast food KFC (Kentucky Fried Chicken) gli è stato consegnato dopo una lunga attesa di sette ore. |
3 | সেখানে বলা হয়েছে, গাজাবাসীরা মিশরের আল-আরিশ থেকে তাদের কেএফসি'র সরবরাহ পাচ্ছেন, যেগুলো গোপন টানেল মাধ্যমে চোরাচালানি হয়ে এসেছে। খাবারের অর্ডার দেবার পর, তিনি [আরবী ভাষায়] রসিকতা করেছেন: | La sua storia conferma un articolo pubblicato di recente dal New York Times, secondo il quale i residenti nella striscia di Gaza ricevebbero gli ordini KFC dal vicino paese di Al Arish, in Egitto, da dove vengono consegnati di contrabbando, passando in tunnel segreti. |
4 | @আন্সরেডঃ আমরা আমাদের কেনটাকি খাবার হারিয়েছে। | Dopo aver fatto l'ordine, Hamra ironizza [ar]: |
5 | সরকার এটি বাজেয়াপ্ত করেছে, এটা [সরকার] কি কুতসা রটনা করতে পারে? | @AnsRed: Abbiamo perso il nostro menu KFC. E' stato confiscato dal governo, ne sarà scandalizzato |
6 | তিনি আরও যোগ করেছেনঃ | E poi aggiunge: |
7 | @আন্সরেডঃ আমি ফোনে বলেছি যে ১০০ কেনটাকি খাবার এখন হামাস সরকারের টানেল কমিটি ছাড় দিয়েছে এবং আমার খাবার আসছে। | @AnsRed: Al telefono, mi hanno detto che al momento 100 menu KFC sono stati evasi dal comitato dei tunnel, guidato dal governo di Hamas, e che il mio ordine sta per essere consegnato. |
8 | আমি আমার খাবার নিয়ে চিন্তিত। | Ero preoccupato per la sua sorte. |
9 | গাজার আনাস হামরা জানিয়েছেন যে তিনি ৭ ঘন্টা অপেক্ষা করে কেএফসির খাবার পেয়েছেন। | Anas Hamra, da Gaza, afferma di aver ricevuto il suo menu KFC dopo sette ore |
10 | তিনি আরও বলেছেনঃ | E continua: |
11 | @আন্সরেডঃ আমি এখনও অপেক্ষায় আছি। আসলে এটা আমার আগামীকালের সকালের নাস্তা! | @AnsRed: sto ancora ASPETTANDO, mi conviene mangiarlo per colazione domattina! |
12 | দীর্ঘশ্বাস!! | Sigh!! |
13 | অবশেষে যখন তিনি তার খাবার পেলেন, হামরা এর ছবি টাম্বলার এবং ইন্সটোগ্রাম দুটোতেই শেয়ার করেছেনঃ | Quando, finalmente, l'ordine gli è stato consegnato, Hamra ha condiviso una foto sia su tumblr e su Instagram. |
14 | ইন্সটোগ্রামে তার পোস্ট বাস্তব ছিল কিনা তা অনেকেই প্রশ্ন তুলেছেন। | |
15 | তিনি যে প্রকৃতপক্ষে একটি পরিবার আকারের কেএফসি খাবারের আদেশ দিয়েছিলেন সেটি হামরা নিশ্চিত করেছেন। | Molti utenti Instagram hanno messo in discussione la veridicità del post di Hamra, che conferma di aver davvero ordinato un menu KFC formato famiglia. |
16 | খাবারের বিষয়ে তাঁর মূল্যায়ন কি? | Il suo giudizio sul cibo? |
17 | মিশরীয় কেএফসি'র মতোই তবে ঠান্ডা। | come un KFC egiziano ma freddo, ah ah |
18 | গাজা থেকে মোহাম্মদ হাসনা টুইট করেছেন [আরবী ভাষায়]: | Mohammed Hassona, da Gaza, scrive su Twitter [ar]: |
19 | @ইমপালেস্টানিয়ানঃ কেনটাকি খাওয়া আমাদের অধিকার #গাজা | @impalestinian: Mangiare cibo KFC è un nostro diritto #Gaza |
20 | এবং মাইকেল হেটন বিদ্রূপ করেছেনঃ | E scherza Michael Heaton: |
21 | @মাইকেলহেটন৫ঃ গাজাতে কেন্টাকি ফ্রাইড চিকেন? | @MichaelHeathon5: Kentucky Fried Chicken a Gaza? |
22 | সেই লোকেরা যথেষ্ট কষ্ট ভোগ করে না? | Non hanno già ha sofferto abbastanza? |
23 | যাইহোক, সরবরাহ সেবা দেওয়া প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পাতায় আপাতত এই সেবা প্রদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেঃ | Tuttavia, l'azienda che gestisce le consegne degli ordini KFC, ha poi annunciato l'interruzione del servizio sulla sua pagina Facebook: |
24 | প্রিয় গ্রাহক, | Gentili clienti, |
25 | কেনটাকি সরবরাহ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে থাকায় বন্ধ রাখা হয়েছে। | Vi informiamo che abbiamo dovuto interrompere le consegne dei menu KFC per motivi indipendenti dal nostro controllo. |
26 | এই বিষয়ে আগ্রহের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। | Vi ringraziamo per l'interessamento. |
27 | অন্তত:পক্ষে হামরা তার কেএফসি পেয়েছেন এবং টুইট ও ইন্সটোগ্রামে তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। | Almeno, Hamra è riuscito a gustare un menu KFC e ha avuto l'occasione di raccontare l'episodio su Twitter e Instagram. |