Sentence alignment for gv-ben-20121118-32912.xml (html) - gv-ita-20121116-69731.xml (html)

#benita
1একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষYemen: antico villaggio ebraico abbandonato
2ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে।La blogger yemenita Rooj Alwazir (@Rooj129) condivide su Twitter delle straordinarie foto scattate durante una visita a un insediamento abitativo ebraico abbandonato, abbarbicato su una montagna rocciosa, a 15 minuti da Sana'a.
3আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন।Alwazir fa bella mostra di questi scatti in una presentazione.
4আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম।
5আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে।Stipati in un furgoncino bianco (eravamo quattordici!), abbiamo deciso di visitare Bayt Baws, un insediamento ebraico abbandonato, abbarbicato su una montagna rocciosa, a 15 minuti da Sana'a.
6তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু'টি ছবি:Ecco due delle foto condivise:
7বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান।Bayt Baws - Abbarbicato sulle montagne.
8ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Foto di Rooj Alwazir
9বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি।Case cesellate sulla fiancata della montagna presso Bayt Baws.
10ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Foto di Rooj Alwazir
11১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়।Alla fine degli anni '40, all'indomani della nascita dello Stato israeliano, molti ebrei yemeniti si sono trasferiti in Israele durante l'”Operazione Tappeto Volante“.
12কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো।Solo una piccola parte della comunità ebraica è rimasta nello Yemen.
13কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে।Il numero degli ebrei yemeniti è, infatti, tristemente diminuito a causa delle minacce degli islamisti radicali che li costringono a lasciare il paese.
14ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে। কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ।La comunità ebraica yemenita si è preservata (e con essa la propria cultura) soprattutto nella parte settentrionale dello Yemen godendo della diffusa fama di artigiani e argentieri di qualità.
15ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে।Questo video pubblicato da omrisharaby offre uno scorcio sulla loro vita nello Yemen.
16ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত।Le canzoni nel video sono eseguite dalla famosa cantante Ofra Haza, di origini ebreo-yemenite.