# | ben | ita |
---|
1 | ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা: ইয়া বোঁ পুরস্কার | Francia, Americhe, Africa: il Premio “Y'a Bon” |
2 | ছবি দ্যাট জেমসের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে প্রকাশিত হয়েছে। | |
3 | বানানিয়া ফ্রান্সের একটি জনপ্রিয় হট চকেলেট মিক্স (চকোলেট দিয়ে তৈরী এক ধরনের খাবার)। | |
4 | ১৯১২ সালে ফ্রান্সে এটি বিক্রি শুরু হয়। | Foto di that_james, ripresa con licenza Creative Commons. |
5 | আফ্রিকা অথবা ফরাসি ওয়েস্ট ইন্ডিজ-এ বাজারজাত করনের পরিকল্পনা হিসেবে (বানানিয়া তৈরী হতো চকলেট, কলা, দুধ এবং চিনি দিয়ে) এই নামটি পছন্দ করা হয় যাতে, পণ্যের নাম অনেক চমকপ্রদ শোনায়। | |
6 | ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার ফরাসী উপনিবেশ থেকে সৈন্যরা তাদের মাতৃভুমিকে রক্ষার জন্য ফ্রান্সে আসে। | |
7 | সেই থেকে ব্রান্ডের চরিত্র ‘তিরাইলোখ সেনেগালিজ' (সেনেগালের বন্দুকধারীর) সাথে তার একটা লম্বা সম্পর্ক স্থাপিত হয়। | |
8 | সে সময় ফ্রান্সের প্রতিটি ঘরে একটি নির্ভরযোগ্য নাম ছিল সেনেগাল। | “Banania” [in] è un famoso preparato francese per la cioccolata calda lanciato in Francia nel 1912. |
9 | তাই ফরাসী পণ্যের এই সেনেগালি চরিত্র আমদানীকরন। ফরাসী এই পণ্য আসলে আমদানী করা হতো নিকারাগুয়া থেকে। | La strategia di marketing ha associato il prodotto (fatto con cioccolato, banane, latte e zucchero) con l'Africa e le Indie Occidentali francesi per renderlo più esotico. |
10 | ‘সেনেগালের বন্দুকধারী' চরিত্রটি ছিল সুখী এবং সদাহাস্যজ্জল সৈনিক যে কিনা আফ্রিকা থেকে যুদ্ধে ফ্রান্সকে রক্ষা করতে এসেছে । | Nel 1925 durante la Prima Guerra Mondiale [it], sono sbarcati in Francia soldati provenienti dalle colonie africane per combattere in nome della Patria. |
11 | সে সময় পণ্যের সাথে একটি স্লোগানও যুক্ত ছিল যার নাম ‘ইয়া বোঁ' (এটি ভালো)। | Quello fu l'inizio di un lungo sodalizio tra il marchio e l'immagine del Tirailleur Sénégalais [in]. |
12 | এই শ্লোগান নিয়েই এখন যত বির্তক। এই বাক্য ফরাসী ভাষার খানিকটি বিকৃত বা ভাঙ্গা রূপ। | A quell'epoca, il Senegal era abbastanza conosciuto in Francia per dare al prodotto, originariamente importato dal Nicaragua [in], un tocco d'autenticità “esotica”. |
13 | ‘এই জিনিষ ভালো' এই শব্দ বোঝাতে অফ্রিকার লোকজন এই শব্দ ব্যবহার করতো। প্রায় কয়েক দশক ধরে (১৯৭০ সাল পর্যন্ত ) এই পণ্য সেনেগালী এই সৈনিকের চরিত্রের সঙ্গে জুড়ে ছিল। | L'immagine di questo felice e sorridente soldato africano che combatte per la Francia venne associato ad uno slogan che oggi è al centro di numerose polemiche: “Y'a bon”. |
14 | পণ্যের নির্ভরতা বা তার বিশ্বস্ততাকে বোঝানোর জন্য এই চরিত্রটিকে ব্যবহার করা হত। ছবিটি জাষ্ট লুকের সৌজন্যে প্রাপ্ত এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহৃত। | Si tratta presumibilmente di una deformazione del francese “è buono” usata dagli africani, che per decenni (sicuramente fino agli anni '70) è stata associata all'immagine del soldato senegalese come simbolo dell'autenticità del prodotto. |
15 | ২০০৫ সালে ফিরে আসা যাক; এলিয়ান মাবানকু একটি ব্লগপোস্ট করেছেন (ফরাসী ভাষায়) যার শিরোণাম ‘ইয়া বোঁ বানানিয়া উ ইয়া পা বোঁ বানানিয়া' (বানানিয়া ভালো নাকি বানানিয়া ভালো না')। | |
16 | গুয়াদোলুপিয়ান, মার্টিনিক এবং রিইউনিয়ন দেশের একদল সক্রিয় কর্মী যারা সম্মিলিত ভাবে নিজেদের কালেকটিভ ডিওএম বলে পরিচয় দেয়, তারা নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। | |
17 | নিউট্রিমানিয়া হলো সেই কোম্পানী যারা বানানিয়া তৈরী করে - জন্য। | Immagine di just. Luc, ripresa con licenza Creative Commons. |
18 | সেনেগালী সৈনিকদের চরিত্র ব্যবহার করা কালো মানুষদের জন্য একটি অপমানজনক বিষয়, তাদের সন্মানহানি ঘটানো এবং তার বিখ্যাত স্লোগানও ‘বানিয়ানা ইয়া বোঁ' যার মানে ‘বানিয়ানা ভালো' যা কিনা বিংশ শতাব্দির শুরুতে ব্যবহার করা হয়েছিল…. । | Nel 2005, il blogger Alain Mabanckou ha pubblicato un blog post intitolato “Y'a Bon Banania ou Y'a Pas Bon Banania” [fr] riguardante un gruppo d'azione delle isole Guadalupa, Martinica e Riunione chiamato Collectif DOM [fr], che ha fatto causa a Nutrimaine, l'azienda che produce Banania, per… |
19 | ২০০৮ সালে অরেকদল সক্রিয় সংগঠন লো এমআরএপি (বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন এবং পরস্পরের সাথে বন্ধুত্ব গ্রুপ, ফরাসী ভাষায়) নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আবার কিছু অভিযোগ-এর ভিত্তিতে মামলা দায়ের করে যে ‘কোম্পানীটি ২০০৬ সালে কালেকটিভ ডিওএম এর সাথে যে চুক্তি করেছিল সেটির যথাযথ সন্মান প্রদর্শন করছে না'। | |
20 | ব্লগার স্টোরি টেলিং এর মতে এমআরএপি যথেস্ট পরিমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে তার মামলা খারিজ করা হয়। কারন এই স্লোগান কোন জনতার কাজে সমস্যা তৈরী করেছে না অথবা কোন ভালো উদ্দেশ্যকে ব্যহত করছে না। | …l'utilizzo di pregiudizi offensivi nei confronti delle persone di colore, attraverso la commercializzazione dell'immagine del soldato senegalese e il suo famoso slogan “Banania Y'a Bon”, lanciati all'inizio del ventesimo secolo… |
21 | ছবি ইলিন এর সৌজন্য এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। বর্তমানে বানানিয়া তার পণ্যর পরিচিতির জন্য এক কার্টুন চরিত্র ব্যবহার করেছে এবং তার সেই বির্তকিত স্লোগানও অদৃশ্য হয়ে গেছে। | Nel 2008, un altro gruppo di attivisti, le MRAP [fr] (Movimento Contro il Razzismo e per l'Amicizia tra i Popoli) ha citato in giudizio Nutrimaine per non aver rispettato un accordo firmato nel 2006 con Collectif DOM a seguito delle accuse mosse all'azienda. |
22 | কিন্তু ফ্রান্সের বেশিরভাগ কালো মানুষ এখনও এই ব্রান্ডের কাজে সন্তুষ্ট নয়। | Il blogger Storytelling [fr] riporta che è stata emessa una sentenza di non luogo a procedere per la MRAP… |
23 | ২০০৯ এর মার্চের ১৭ তারিখে একদল গ্রুপ যারা নিজেদের লে ইনডিভিজিবলস (অদৃশ্য মানব, ফরাসী ভাষায়) বলে সম্বোধন করে তারা ফ্রান্সে ‘ইয়া বোঁ' পুরস্কার প্রদান করা শুরু করেছে। | con il pretesto che questo slogan non disturba l'ordine pubblico né viola il buon costume. Foto di ɐılnɾ, ripresa con licenza Creative Commons. |
24 | এটি একটি বির্তকিত পুরস্কার যা রাজনীতিবিদ, সাংবাদিক অথবা যে নাগরিক ফ্রান্সে বর্ণবৈষম্যবাদ ছাড়াবেন তাদের দেওয়া হবে। | Adesso la mascotte di Banania è una specie di personaggio dei fumetti e il controverso slogan è sparito, ma la maggior parte delle persone di colore in Francia non si è ancora riconciliata con il marchio. |
25 | মঁন্ত্রে ক্রেয়ল তার ওয়েবে ফরাসী ভাষায় একটি লিঙ্ক যুক্ত করেছেন যেখানে ইয়া বোঁ পুরস্কারে যারা ভুষিত হতে যাচ্ছেন তাদের তালিকা প্রদান করা হয়েছে। | Il 17 marzo 2009 un gruppo chiamato les Indivisibles [fr] ha istituito il premio “Y'a Bon”, una dubbia onorificenza, conferito a politici, giornalisti e altri pubblici ufficiali che hanno contribuito alla diffusione del razzismo in Francia. |
26 | আপনি শতাব্দি প্রাচীন এই বিজ্ঞাপনী প্রচারণার উপর যদি আরো প্রতিক্রিয়া পড়তে চান তাহলে জাস্ট লুক এথনিক স্টোরিওটাইপ ফ্লিকার পাতায় ঘুরে আসতে পারেন। | Montray Kreyol [fr] pubblica il link che riporta l'elenco vincitori del Premio “Y'a Bon”, mentre altre reazioni a questa campagna pubblicitaria centennale sono reperibili sulla pagina di Flickr Ethnic Stereotype di just.luc [fr]. |