Sentence alignment for gv-ben-20090629-3939.xml (html) - gv-ita-20090706-6096.xml (html)

#benita
1সিঙ্গাপুর: কুখ্যাত বার্গার কিং বিজ্ঞাপনSingapore: controverso spot pubblicitario di Burger King
2বার্গার কিং সিঙ্গাপুরে নতুন একটা স্যান্ডুইচ এনেছে ‘সুপার সেভেন ইঞ্চার' (সুপার সাত ইন্ঞ্চি) নামে।Burger King ha lanciato un nuovo panino a Singapore chiamato “Super Sette Pollici” [in].
3নতুন পন্যের প্রচারের জন্য স্থানীয় একটা বিজ্ঞাপন এজেন্সী একটি বিজ্ঞাপন প্রযোজনা করেছে যেটা এখন অনেক দৃষ্টি আকর্ষণ করছে আর এর সমালোচনাও চলছে বিশ্ব জুড়ে।Per promuovere il nuovo prodotto, un'agenzia pubblicitaria locale ha affisso dei manifesti che vanno ricevendo attenzione e critiche in tutto il mondo [in].
4এই বিজ্ঞাপন সমালোচিত হয়েছে পণ্য বিক্রিতে যৌন কোড ব্যবহার করার জন্য।La pubblicità è stata criticata per certe allusioni sessuali per vendere il prodotto.
5বিজ্ঞাপনটি দেখুন আর পুরো টেক্সট পড়ুন:Ecco il testo integrale dell'annuncio:
6আপনার কামনা পূর্ণ করুন লম্বা, রসালো আর আগুনে গ্রিল করা নতুন ‘বিকে সুপার সেভেন ইঞ্চার' দিয়ে।Soddisfate il desiderio per qualcosa di lungo, succulento e cotto alla griglia con il NUOVO SUPER SETTE POLLICI DI BURGER KING.
7যখন আপনি এই অসাধারন বার্গার খাবেন আপনি আরো চাইবেন। এটি আসে একটি গরুর মাংসের টুকরো, উপরে আমেরিকান পনির, মুচমুচে পেঁয়াজ আর খুব গাঢ় আর প্রানভরা স্টেক সস দিয়ে তৈরি হয়ে।Ne vorrete ancora, dopo aver assaggiato lo strabiliante hamburger accompagnato da una porzione di manzo, ricoperto con formaggio americano, croccanti cipolle e l'abbondante e nutriente salsa di carne A1.
8এই বিঞ্জাপন অভিযান মাসের শেষ পর্যন্ত চলবে।La campagna pubblicitaria proseguirà per tutto il mese.
9ড্যান মিশেল বিজ্ঞাপনের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন:Questa la reazione di Dan Mitchell [in]:
10এটাতে দুইটা 'ব্লো' আছে।Ci sono due “colpi” lì dentro.
11ভালো।Carino.
12বেশী সাদা মেয়োনেজ দিয়ে ঢাঁকা স্যান্ডুইচ (যা নিজেই দেখতে অশ্লীল) বাতাসে ভাসছে আর একজন অস্বস্তিকর ফ্যাকাশে মুখ হাঁ করা তরুণী তা মুখে পুরতে চাইছে যাকে দেখলে মনে হচ্ছে সে ভীষন ভীত এই পুরুষালী মাংস নিয়ে।Il panino (di per sè un'oscenità), ripieno di un'anormale maionese ultra-bianca, fluttua nell'aria direttamente di fronte all'inquietante pallido profilo di una giovane donna a bocca aperta che sembra spaventata a morte da quella carne virile.
13সেক্সি!Sexy!
14সো গুড যোগ করেছেন:So good aggiunge [in]:
15আমি যখন ‘গরম' ‘মাংসল' আর ‘৭ ইঞ্চি লম্বা' বলি আপনি কি ভাবছেন?Quando dico “caldo”, “polposo” e “7 pollici” a cosa pensate?
16আপনি একা নন।Bene, non siete i soli.
17তাহলে যারা এই বিঞ্জাপনের উদ্ভাবনের পিছনে ছিল, যারা দৃশ্যত: এই ধারণাটি ঠেকাতে পারেননি - একজন মহিলার চিত্র যিনি ৭ ইঞ্চি বিশাল মাংসের টুকরোকে ‘ব্লো জব' দিচ্ছেন।Questa l'idea dei pubblicitari dietro questa nuova campagna, i quali apparentemente non hanno saputo resistere all'idea/immagine di una donna che fa sesso orale con un gigantesco pezzo di carne lungo 7 pollici.
18যদি কোন কারনে ধারণাটার চালাকি না ধরতে পারেন, তারা ঠিক করেছেন যে আপনার মাথায় ওটা দিয়ে বাড়ি মারবেন।Nel caso non se ne colga l'allusione, hanno deciso di sottolineare il punto.
19গার'স পসচারাস লিখেছেন যে এই বিজ্ঞাপন বোকার মতো আর অপমানজনক:Garr's posterous scrive che la pubblicità è stupida e offensiva [in]:
20তাদের ওয়েবসাইটে তারা জানিয়েছে যে তাদের লক্ষ্য কারা: 'সিঙ্গাপুরে, আমেরিকার উজ্জ্বল আর রোমাঞ্চকর সজ্জা আমাদের রেস্টুরেন্টকে তরুণদের মানে কলেজের ছাত্র আর চাকুরিজীবিদের মিলনস্থানে পরিণত করেছে।‘Sul loro sito ne spiegano l'obiettivo: “A Singapore, il brillante e vibrante arredamento stile americano ha reso i nostri ristoranti il luogo di ritrovo preferito per i giovani, inclusi studenti universitari e liberi professionisti.”
21আচ্ছা, তাহলে পরিবার বা ছোট বাচ্চারা না (আমি ধারণা করছি), কিন্তু এই বিজ্ঞাপনটি তো তরুণ আর কর্মজীবিদের জন্যও অপমানজনক।OK, quindi non ci si rivolge a famiglie o bambini (credo), ma ciò è comunque offensivo per i ragazzi e i giovani professionisti.
22আপনাদের ক্রেতাদের জন্য সম্মান রাখলেন কোথায়?Dov'è il rispetto per il cliente?
23বিজ্ঞাপনের মহিলার কাজ বাদ দিলেও, এই বিজ্ঞাপন একেবারে খারাপ। কারন এটা বোকার মতো…এটা চালাক কিছু না।Pur mettendo da parte l'oggettivazione della donna nella pubblicità, l'annuncio è povero semplicemente perchè è così, beh, stupido…non è intelligente.
24এটা কি বার্গার কিং?È questo Burger King?
25আসলেই?Davvero?
26বার্গার কিং এর কে ভেবেছিল যে এটা ভালো ধারণা হবে?Chi ha potuto pensare che fosse una buona idea?
27এটা প্রথমবার না যে বার্গার কিং এর কোন বিজ্ঞাপন যৌন ইঙ্গিতের জন্য বিতর্কিত হয়েছে।Questa non è la prima volta che una pubblicità di Burger King viene criticata per le allusioni sessuali.
28এর আগে বাচ্চাদের খাবারের প্রচারণার জন্য বর্গাকৃতির পশ্চাদদেশ বিজ্ঞাপন ছিল। আরেকটি বিজ্ঞাপনে ক্রেতাকে উদ্বুদ্ধ করা হয়েছিল ‘নিজেদের তুষ্ট' করতে, একটি শার্টবিহীন বিকে কিং, আর একটা বিজ্ঞাপনে একটি পণ্যের নাম দেয়া হয়েছিল মহিলাদের যৌনাঙ্গ নিয়ে একটি গালি থেকে।C'è stata quella natiche quadrate [in] per promuovere i menu per bambini, un annuncio che spingeva il cliente ad “darsi piacere“ [in], un BK King [in] senza maglietta, e un annuncio dove compariva il termine slang per la foto di una vagina.
29সিঙ্গাপুরের এই বিতর্কিত বিজ্ঞাপনের প্রেক্ষাপটে বার্গার কিং এই বার্তা দিয়েছে:Burger King [in] ha rilasciato questa dichiarazione sulla campagna pubblicità di Singapore:
30“বার্গার কিং কর্পোরেশন তাদের সকল অতিথিকে মূল্য ও সম্মান দেয়।“La Burger King Corporation valuta e rispetta tutti i propri clienti.
31এই বিজ্ঞাপন চালানো হচ্ছে সিঙ্গাপউরে সীমিত প্রমোশনের জন্য আর এটা আমেরিকা বা অন্য কোন বাজারে চলছে না।L'annuncio riguarda la promozione limitata al mercato di Singapore e non circola negli Stati Uniti nè in altri mercati.
32এটা সিঙ্গাপুরের একটি এজেন্সী প্রযোজনা করেছে, বিকেসির আমেরিকার বিজ্ঞাপন এজেন্সী ‘ক্রিস্পিন পোর্টার আর বোগুস্কি' দ্বারা নয়।“È stata prodotta da un'agenzia con sede a Singapore e non dall'agenzia pubblicitaria di Burger King negli Stati Uniti, Crispin Porter and Bogusky.”
33বার্গার কিং এর জন্য লিসার একটা বার্তা আছে:Lissa [in] ha un messaggio per Burger King:
34আমি বুঝতে পেরেছি যে এই বিজ্ঞাপন আপনারা সীমিত বাজারে ছেড়েছেন (সিঙ্গাপুর)।Ho capito che la pubblicità circola solo in un mercato limitato (Singapore).
35আমি আপনাদের সামান্য সাধারণ জ্ঞানের প্রশংসা করছি যা এটাকে বিশ্বব্যাপী চলা থেকে বিরত রেখেছে।Applaudo il vostro briciolo di buon senso che vi ha trattenuto dal distribuirla in tutto il mondo.
36এটা বলার পরে- দেখেন ইন্টারনেট নামে ছোট একটা জিনিষ আছে।Ciò detto - Vedete, esiste una piccola cosa chiamata Internet.
37এটা আমদেরকে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সাহায্য করে- তাই না?Ci permette di comunicare con persone in tutto il mondo - wow!
38তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব এমন বিজ্ঞাপন আর না চালানোর জন্য।Vi consiglio quindi di smetterla con simili pubblicità.