# | ben | ita |
---|
1 | আরব বিশ্ব: ছবির মাধ্যমে গল্প বলা | Mondo Arabo: l'immagine racconta |
2 | মধ্যপ্রাচ্য অঞ্চলের দুই ব্লগার তাদের ক্যামেরা হাতে নিয়ে মানুষের শখ এবং নানা বিচিত্র জিনিশের ছবি তুলেছেন এবং মন্তব্য সহ ব্লগে প্রকাশ করেছেন। | Armati di macchina fotografica, due blogger mediorientali hanno pubblicato immagini di usanze e dettagli locali che ne hanno colpito l'attenzione spingendoli a fare alcune riflessioni. |
3 | সিরিয়া থেকে বেশর০৯৪ এই ছবিটি প্রকাশ করেছেন এবং লিখেছেন: | Dalla Siria, beshr094 [ar] pubblica questa fotografia e commenta in questo modo: |
4 | কুৎসিত দেয়াল | Un brutto muro |
5 | আমার প্রশ্ন, সিরিয়ার প্রকাশনীগুলোর জন্যে কি কোন নীতিমালা ঠিক করা আছে? | La mia domanda è: esistono delle regole per le tipografie in Siria? |
6 | এখানের রীতি অনুযায়ী আপনি যদি কোন বিজ্ঞাপন প্রচার করতে চান তাহলে প্রকাশনীকে কাজ দিলে তারা পোস্টার ছাপিয়ে তাদের লোক দিয়ে সেটা শহরের বিভিন্ন দেয়ালে লাগায়। | È risaputo che per affiggere pubblicità o cose del genere il tipografo di solito invia un operaio ad attaccare i manifesti su tutti i muri, come se ne fosse il proprietario. |
7 | সমস্যা হচ্ছে তারা মনে করে যে দেয়ালগুলো তাদেরই এবং প্রতিটি ফাঁকে তারা পোস্টার লাগানো চেষ্টা করে। | L'addetto andrà in giro per la città affiggendo quei manifesti in ogni punto libero. |
8 | ছবিতে দেখা যাচ্ছে তার ফল। আপনারা কি মনে করেন? | Questo è quanto succede, cosa ne pensate? |
9 | কুয়েত থেকে ফ্রান্কোম এই সোনালী লেক্সাস গাড়ীটি দেখেছেন যা তার দৃষ্টি আকর্ষণ করেছেন। | Dal Kuwait, il blogger Frankom [ar] ha visto questa Lexus completamente d'oro che, ovviamente, ne ha attratto l'attenzione: |
10 | তিনি বলেছেন: | Lexus d'oro |
11 | সোনালী লেক্সাস গাড়ী | Email |
12 | আমি পড়েছি এইসব গাড়ীর কথা যেগুলোর পরিবর্তন করা হয় এবং বিচিত্র সব রঙ করা হয়। | scritto da Amira Al Hussaini |
13 | কিন্তু আমি ঘুণাক্ষরেও কল্পনা করিনি এমন এক রঙের গাড়ী আমার সামনে পার্ক করা থাকবে। | |
14 | গত রাতে অ্যাভেনিউস মলের সামনে থেকে এই ছবিটি তুলি আমি। | tradotto da Paolo d'Urbano |
15 | এ সোনালী রঙের গাড়ীটি লেক্সাস , ৪৬০ মডেল এবং আবুধাবীর নম্বর প্লেট তার। | |