Sentence alignment for gv-ben-20120719-28769.xml (html) - gv-ita-20120719-63282.xml (html)

#benita
1ইরান: রাস্ট্রটি কী ১৩ বছরের বালিকাকে ভয় পায়?Iran: può lo Stato temere una bambina di 13 anni?
2রাজনৈতিক এবং সুশীল সমাজের এক্টিভিস্টদের উপর চাপ বাড়াতে জনগণের বিদেশে ভ্রমণ নিষিদ্ধ করে ইরানী রাষ্ট্রের বহু বছরের পুরনো অভ্যাস।Per anni il Governo iraniano ha messo sotto pressione attivisti politici e della società civile usando un vecchio escamotage: proibire viaggi all'estero.
3তবে সম্প্রতি একটি নিরাপত্তা আদালত কারাবন্দী মানবাধিকার আইনজীবী নাসরিন স্তুদেহ'র স্বামী এবং তাদের ১৩-বছর বয়েসী মেয়ে মেহরাভে খান্দানের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করে আলোড়ন সৃষ্টি করেছে।Ciò nonostante, il divieto [it] di lasciare l'Iran recentemente imposto da una corte di sicurezza al marito dell'avvocatessa per i diritti umani Nasrin Sotoudeh [en] (detenuta nelle carceri iraniane) e alla loro figlia tredicenne Mehraveh Khandan, ha suscitato grande clamore.
4নাসরিন স্তুদেহ ১১ বছর কারাদণ্ডে দন্ডিত।Nasrin Sotoudeh era stata condannata a 11 anni di carcere.
5এন্সিলুস লিখেছেন [ফার্সী]:Ensiloos scrive [fa, come tutti gli altri link, eccetto dove diversamente specificato]:
6ফেসবুকে মেহরাভের পিতা বলেছেন এমনকি তার মেয়ে মেহরাভে কোন অপরাধ করে থাকলেও তাকে অপ্রাপ্তবয়স্কদের আদালতে ডাকা উচিৎ, এভিনে [কারাগার] নয়।sulla sua pagina facebook il padre di Mehraveh scrive che, anche se sua figlia Mehraveh avesse commesso un crimine, il caso avrebbe dovuto essere giudicato da una corte dei minori, non certo a Evin [famosa prigione di Tehran]
7হাঘেমোসলামেমা বলেছেন [ফার্সী]:Haghemoslamema commenta:
8আমাদের সারা বিশ্বকে ইসলামী শাসন [ইরানী শাসন] সম্পর্কে জানাতে “নিষ্পাপ শিশুদের জন্য প্রচারাভিযান” চালু করা দরকার।dovremmo dare il via ad una “campagna per la tutela dei bambini innocenti”, per far sapere al mondo intero quali sono le azioni del regime islamico [regime iraniano].
9ব্লগার পরিহাসের সঙ্গে জানতে চেয়েছেন মেহরাভের কী অপরাধ: নাসরিন স্তুদেহের কন্যা হয়ে, ১৩-বছর বয়সী বাচ্চা হয়ে, তার স্নেহময় পিতা-মাতাকে ভালবেসে, তার ছোট ভাইয়ের যত্ন নিয়ে… বাস্তবে শুধুমাত্র শুধু আলী খামেনী জানেন এই মেয়েটি কী অপরাধ করেছে… অন্ততঃ মেহরাভের বিষয়টি নিয়ে আমাদের হাল ছাড়লে চলবে না, সমস্ত রাজনৈতিক বন্দীদের এভিন কারাগারে পাঠানো হলেও।Il blogger si chiede ironicamente quali siano i crimini commessi di Mehraveh: essere la figlia di Nasrin Sotoudeh, essere una bambina di 13 anni, amare i propri genitori, prendersi cura del suo fratellino…in realtà solo Ali Khamenei sa quali crimini questa bimba abbia commesso…non dovremmo abbandonare il caso di Mehraveh, se lo facessimo tutti i prigionieri politici finirebbero dritti a Evin.
10এছাড়াও ব্লগার মেহরাভের ভাইসহ একটি ছবি প্রকাশ করেছে:Il blogger condivide anche una foto di Mehraveh con il fratello:
11মেহরাভে খান্দান এবং তার ভাই।Mehraveh Khandan con il fratello.
12ছবি হাঘেমোসলামেমা. ব্লগস্পট.Immagine tratta da haghmosalamma.blogspot.ca.
13সিএ থেকে সবুজশহর লিখেছেন [ফার্সী] মাত্র এই ৮ই জুলাই, ২০১২ তারিখেই ইরানের মানবাধিকার উচ্চ পরিষদের প্রধান জাভাদ লারিজানি ইরানে রাজনৈতিক বন্দীর অস্তিত্ব অস্বীকার করেছেন।L'8 luglio 2012, GreenCity scriveva che il capo dell'Alto Commissariato per i diritti umani iraniano, Javad Larijani, aveva pubblicamente negato l'esistenza di prigionieri politici in Iran.
14আজ সোমবার ১৬ই জুলাই মেহরাভের বিষয়টি প্রকাশিত হয়েছে।Solo pochi giorni dopo, il 16 luglio 2012, il caso di Mehraveh è venuto alla luce.
15Jজমহুরিয়াত লিখেছেন [ফার্সী] “আমার দেশ এই নিরপরাধ মেয়েটিকে নিয়ে গর্বিত, কারণ তার ভ্রমণ নিষেধাজ্ঞা [ইরানী] ইসলামী প্রজাতন্ত্র ধ্বসে পড়া প্রমাণ করছে।”Jomhouriat scrive “il mio Paese è fiero di questa bambina innocente. Il fatto che le sia stato proibito di viaggiare dimostra che la Repubblica islamica [iraniana] sta collassando.”
16এবারই প্রথম নাসরিনের শিশুরা রাজনৈতিক বন্দীদের পরিবারগুলির ব্যাথা তুলে ধরেছে তা নয়।Già altre volte in passato le vicende occorse ai bambini di Nasrin hanno contribuito a richiamare l'attenzione sulle sofferenze delle famiglie dei detenuti politici.
17প্রায় একমাস আগে ইরানী সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীরা নিচের ভিডিও ফুটেজটি ভাগাভাগি করেছেন যেখানে নাসরিন স্তুদেহ কারাগারে সাক্ষাতের সময় একটি জানালা দিয়ে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চেষ্টা করছেন।Circa un mese fa, un utente di un social network iraniano ha condiviso il seguente video, girato mentre Nasrin Sotoudeh cercava di giocare con il suo bambino di quattro anni attraverso il vetro che separa detenuti e parenti in prigione, durante una visita.