Sentence alignment for gv-ben-20120817-30109.xml (html) - gv-ita-20120823-64681.xml (html)

#benita
1ভিডিও : মিশর, কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মধ্যে যে বিষয়ে মিল রয়েছেVideo: Giustizia di Transizione – Cosa accomuna Egitto, Congo, Uganda e Colombia
2সংঘর্ষের সূত্রপাতের মাঝে ন্যায়বিচার অনুসন্ধান হচ্ছে এমন একটি ঘটনা, যা মিশর, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মাঝে এক সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।La ricerca di giustizia in seguito a conflitti è ciò che accomuna Paesi come l'Egitto, la Repubblica Democratica del Congo, l'Uganda e la Colombia.
3দি কেস ফর জাস্টিস হচ্ছে একটি সিরিজ বা ধারাবাহিক ভিডিও যা কিনা প্রান্তিক ন্যায়বিচার (ট্রানজিশনাল জাস্টিস) নামে পরিচিত বিষয় নিয়ে বিতর্ক উপস্থাপন করেছে, এটি কয়েকটি পদ্ধতির সমন্বয় যা কিনা ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতাকে উপস্থাপন করার উপায় তৈরি করে দেয়।“The Case for Justice” (In Difesa della Giustizia) è una serie di video che affronta il tema della giustizia di transizione, un insieme di procedure messe in atto per chiarire le responsabilità e perseguire i colpevoli nei casi di violazione di diritti umani su vasta scala.
4ন্যায়বিচার ছবি ওলগা ব্যারিওস-এর ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউশন লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।Dal sito dell'International Center for Transitional Justice [en, come gli altri link se non diversamente indicato]:
5ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস-এর সাইট থেকে :La complessità di questo dibattito è comprensibile alla luce dei molti miti che lo circondano.
6আমাদের ঘিরে ভিন্ন ভিন্ন যে মিথ রয়েছে তার মাধ্যমে এই বিতর্কের জটিলতার বিষয়টিকে সবচেয়ে সেরা উপায়ে চিত্রিত করা যায়।
7প্রান্তিক এই বিচারকে কেউ কেউ “হালকা এক বিচার” হিসেবে অভিহিত করেন, যা কিনা ব্যাপক নিপীড়ন অথবা দমনের ঘটনায় ঘটে থাকে; অন্যরা এক আলাদাভাবে অপরাধীর বিচার প্রক্রিয়ার সমান করে দেখে, এবং তারা তা করেন সম্পূর্ণভাবে অপরাধীর উপর মনোযোগ প্রদান করেন।Alcuni sostengono che la giustizia di transizione sia “giustizia flaccida”, un'alternativa alla giustizia penale in casi di atrocità o repressioni di massa; altri la assimilano riduttivamente ai processi penali, completamente concentrati sui responsabili.
8অনেকে একে একটি সফল শান্তিচুক্তির প্রধান বাঁধা হিসেবে দেখে; অন্যরা আবার এক ক্ষত সারানোর এক যাদুকরী উপাদান হিসেবে দেখে, যা যুদ্ধ এবং নিপীড়নের ভয়ঙ্কর ভীতির ক্ষেত্রে দ্রুত নিরাময় করে।C'è chi la considera un ostacolo basilare al raggiungimento di efficaci accordi di pace; altri la credono invece una sorta di bacchetta magica, una rapida cura per le cicatrici lasciate da guerre e violenze.
9মিশর, উগান্ডা, কলম্বিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাম্প্রতিক ইতিহাসের মধ্যে এই সব ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিসমূহকে তুলে ধরার জন্য দি কেস ফর জাস্টিস নামক ভিডিওর প্রকাশ করা হয়েছে:Il video “In Difesa della Giustizia” affronta queste differenti visioni di giustizia di transizione attraverso la chiave di lettura dei recenti eventi in Egitto, Uganda, Colombia e Repubblica Democratica del Congo: >
10নীচের এই ভিডিওটি ব্যাখ্যা করেছে প্রান্তিক ন্যায়বিচারের পেছনের কারণসমূহ ও কি ভাবে তা একটি সম্প্রদায় কণ্ঠ প্রদান করে এবং যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, তাদের কেবল জনতার দ্বারা স্বীকৃত অপরাধের শিকার হিসেবে নয়, একই সাথে ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে নিজেদের অপরাধের শিকার হিসেবে চিহ্নিত করার সুযোগ প্রদান করে, এবং তারা যাতে নিজেদের সম অধিকারের সাথে নিজদের নাগরিক সমানাধিকারের বিষয়টিও বিবেচনা করতে পারে, তার জন্য এটি জায়গা তৈরি করে।Il video seguente spiega le argomentazioni a favore della giustizia di transizione, evidenziando come questa possa dare a delle comunità una voce e fornire a coloro i cui diritti umani siano stati violati non solo un pubblico riconoscimento come vittime, ma anche la possibilità di cercare giustizia ed essere trattati come uguali cittadini con uguali diritti. Comunque, la giustizia di transizione non è una bacchetta magica: non può risolvere problemi di ogni genere.
11তবে প্রান্তিক ন্যায়বিচার কোন যাদুকরী ঘা নিরাময়কারী নয়: এটা সকল সমস্যার সমাধান করার যোগ্য নয়, এমনকি একটি ট্রুথ কমিশন, এমন কি একজন স্বৈরশাসক যে কিনা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করে, এমনকি ঘটনার স্থানে এমন একটি পদ্ধতি যা ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করে, সে সব ক্ষেত্রেও ।Persino con commissioni per la verità, con processi contro dittatori responsabili di atroci crimini contro l'umanità e con l'implementazione di sistemi finalizzati a riparare i danni causati, a volte sono necessari anni o generazioni prima che possa essere fatta giustizia, e non tutti vivranno abbastanza a lungo per assistervi.
12ন্যায়বিচার সাধন করার আগে হয়ত দশক কিংবা প্রজন্মের পর প্রজন্ম লেগে যেতে পারে এবং সকলে হয়ত তা দেখে যেতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যাদুকরী নয় বা ঘটনার সাথে সাথে বিচ্ছন্ন হয়ে যেতে পারে না যে এটা নাগরিকদের সাহায্য করে ন্যায়বিচার অনুসন্ধান করছে এবং যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় অথবা সংঘর্ষে ঘটা ক্ষতি পূরণ পেতে পারে।Non si tratta dunque di un rimedio magico o immediato, ma questo non dovrebbe far dimenticare che la giustizia di transizione è riuscita ad assicurare giustizia e aiuto nella riparazione dei danni a persone che hanno subito guerre, disastri naturali o conflitti.
13ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে তার কারণে একে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এখানে ব্যাপকহারে সংঘঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ধর্ষণের ঘটনাকে চিহ্নিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া স্থাপন করা হয়েছে, যা কঙ্গো এবং আন্তর্জাতিক বিচারকদের একটি মিশ্র আদালত গঠন করা হয়েছে, যাতে এখানে সংঘঠিত অপরাধের শিকার নাগরিকদের কণ্ঠস্বর প্রদান করার একটি উপায় বের করা যায় এবং আশা করা যায় যে এর মাধ্যমে এই চিন্তা ধারার পরিবর্তন ঘটানো যাবে, সেই ক্ষেত্রে যেখানে শাস্তি প্রদান না করার ফলে সমাজের একটি বিশেষ অংশে এই বিশ্বাস গড়ে উঠে০ যে ধর্ষণ সমাজের একটি স্বাভাবিক ঘটনা।Nella Repubblica Democratica del Congo, teatro del conflitto conosciuto come “Terza Guerra Mondiale” per il numero di vittime, si sta istituendo un processo presieduto da una commissione speciale mista, composta da giudici congolesi e internazionali, per rispondere alle enormi violazioni di diritti umani e agli stupri sistematici, con lo scopo di dare una voce alle vittime e di capovolgere la tendenza che, per l'impunità diffusa, sembra aver convinto parte della società della normalità dello stupro come elemento della vita sociale.
14আইসিটিজে ওয়েবসাইটের ফর দি কেস অফ জাস্টিস নামক বিভাগে প্রান্তিক ন্যায়বিচারের উপর আরো গভীর কিছু ভিডিও সাক্ষাৎকার এবং ব্যাখ্যা পাওয়া যাবে।Altre interviste e spiegazioni più approfondite sul tema della giustizia di transizione possono essere trovate sul sito dell'ICTJ alla sezione “The Case for Justice” e su quello di Non C'è Pace Senza Giustizia [it].