Sentence alignment for gv-ben-20081215-1452.xml (html) - gv-ita-20081217-518.xml (html)

#benita
1বাস্তব না কল্পণা: কায়রোর শহরতলীতে ক্ষুদে দুবাইSogno o realtà: una mini-Dubai nel centro del Cairo?
2শোনা যাচ্ছে যে মিশরের প্রেসিডেন্টের ছেলে আর এনডিপির পলিসি কমিটির সাধারণ সেক্রিটারী জামাল মুবারাক কায়রোর শহরতলীকে ‘ক্ষুদে দুবাই' এ পরিণত করবেন।Secondo alcune voci, Gamal Mubarak [in], figlio dell'attuale Presidente e Segretario Generale del Comitato Politico del NDP (National Democratic Party [in]) , vorrebbe trasformare il centro storico del Cairo in una sorta di “mini Dubai”.
3স্যান্ডমাঙ্কি লিখেছে:Scrive Sandmonkey [in]:
4সংবাদ সংস্থা এপির একটি আর্টিকেলে আছে যে কেমন করে ধর্মীয় অনুশাসনের কবলে পরে আর পুরোনো বাড়ী সংরক্ষন না করায় কায়রোর শহরতলীর বারগুলো বন্ধ হয়ে যাচ্ছে।L'Associated Press ha diffuso [in] una notizia secondo cui la religione e il degrado minaccerebbero i locali nel centro del Cairo.
5আমি হুমকির তৃতীয় একটা উৎস জানি: জামাল মুবারাক।Io conosco un terzo fattore: Gamal Mubarak.
6আমাদের বিষ্ময় বালকের কায়রোর শহরতলী নিয়ে একটা প্রকল্প আছে, যাকে তিনি বলেন ‘ক্ষুদে দুবাই', আমি কিন্তু ঠাট্টা করছিনা।Il nostro meraviglioso ragazzo ha un progetto per il centro del Cairo, che chiama - sinceramente spero stia scherzando - “Mini Dubai.
7আমাদের বালক ‘আল-ইসলামিয়া নির্মাণ আর উন্নয়ন' নামে নকল একটা কোম্পানির আড়ালে গোপনে ডানে বামের সমস্ত বাড়ী কিনছেন। এগুলোকে ভেঙ্গে ফেলে নতুন উঁচু তলার বাড়ী আর টাওয়ার নির্মাণের পরিকল্পনা আছে তার।Tramite una società prestanome chiamata “Al-Ismaelia for construction and development” [Al-Ismaelia Edilizia e Sviluppo], il ragazzo sta comprando palazzi a destra e a manca in maniera del tutto clandestina, per poi abbatterli e ricostruirvi torri e grattacieli - Avete presente, per dare al centro città un look post-moderno.
8আপনিতো জানেন গতানুগতিক বুলি - শহরতলীকে আধুনিকতার ছোঁয়া দেয়া হবে।
9দ্যা স্যান্ডমাঙ্কির এটি নিয়ে দুটো সমস্যা আছে:Sandmonkey ha un paio di critiche su quanto sopra:
10১) শহরতলী কায়রোর ঐতিহ্যবাহী বাড়ীগুলো গঠনশৈলী সৌন্দর্যের দিক থেকে অদ্বিতীয়, কিন্তু যা ওখানে অবস্থিত অসংখ্য কাপড় আর জুতার দোকানের ভয়ঙ্কর নিওন সাইন দ্বারা ক্ষতিগ্রস্ত আর এই বাস্তবতা যে এদের সংস্কার করা প্রযোজন।1) L'architettura degli edifici in centro città non ha pari in quanto a bellezza, ma è offuscata dalle orribili insegne al neon dei 7 miliardi di negozi di vestiti e calzature, nonché da un disperato bisogno di opere di restauro.
11২) আমাদের বালক মালিক হতে চান বিশেষ একটা বাড়ীর যেখানে ঐতিহাসিক ক্যাফে রিচ আছে, যার কারনে এটা প্রায় এক বছর ধরে বন্ধ।2) Uno degli edifici che il nostro ragazzo vorrebbe acquistare è quello che ospita lo storico Cafe Riche [in], motivo per cui è rimasto chiuso per quasi tutto l'anno scorso.
12এই ঐতিহাসিক ক্যাফে ১০০ বছরের পুরানো এবং কায়রোর ইতিহাস আর বিভিন্ন সাহিত্যে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।Il mitico locale, aperto 100 anni fa, è una figura centrale nella mitologia storica e letteraria del Cairo.
13এই স্থানে তারা ১৯১৯ সালের ব্রিটিশদের বিরুদ্ধে গণঅভ্যুথানের লিফলেট ছাপাতো, বিপ্লবী কর্মীদেরকে লুকিয়ে রাখতো আর সেখানে লুকানো সুড়ঙ্গ থাকতো পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এই বিষয়টি (জনপ্রিয় লেখক) নাগিব মাহফুজের কায়রো ট্রিলজিতে বিশেষভাবে উল্লেখ করা আছে; এখান থেকেই তার জনপ্রিয় সাহিত্য আল্কারনাক এর জন্ম।È il luogo in cui vennero stampati i volantini per le sommosse del 1919 contro gli inglesi [in]; era lì che gli attivisti andavano a nascondersi e ci sono dei passaggi segreti che servivano a eludere i controlli della polizia; il locale è stato ampiamente citato dal premio Nobel Naguib Mahfouz nella trilogia del Cairo [in] ed è stato l'ispirazione del suo capolavoro, AlKarnak Café; inoltre è il luogo in cui letterati, artisti e attori del Cairo si ritrovano ormai da decenni.
14আর এই জায়গায় কায়রোর শিক্ষিত সমাজ, শিল্পী আর অভিনেতারা যুগ যুগ ধরে একত্র হয়েছেন।Questo il significato del café, e Jimmy vorrebbe buttarlo giù per metterci i suoi grattacieli stile Dubai.
15এইসব ঐতিহ্য রয়েছে এই কাফের আর জিমি এটা ভেঙ্গে ফেলতে চাচ্ছেন, যাতে তিনি সেখানে তার দুবাইয়ের মত উঁচু বিল্ডিং বানাতে পারে।
16এই পর্যন্ত মালিকরা এর বিরুদ্ধে লড়ছে, আর জিমির নাম এই পর্যন্ত কাগজে আসেনি কারন কারন বাড়ীর মালিক এখন পর্যন্ত এর বিক্রি নথীভুক্ত করেনি।Per adesso il proprietario resiste, il nome di Jimmy non è comparso nei documenti perché il padrone dell'edificio non ha ancora registrato la vendita e le denunce stanno fioccando da ogni dove.
17আইনি লড়াই এখনো চলছে।Sandmonkey spiega inoltre che
18স্যান্ডমাঙ্কি জানেন এটা: কিছু লোকের মধ্যে বিতর্ক হবে, এই বলে যে শহরতলীর উন্নয়ন আর উন্নতি করা অবশ্যম্ভাবী।Alcuni solleveranno delle obiezioni, diranno che si tratta di un progetto necessario per rinnovare e ampliare il centro città, e useranno “l'inevitabile avanzata del progresso” come pretesto.
19‘অগ্রগতির অবশ্যম্ভাবী মিছিল' এর পেছনে লুকিয়ে তাদের কাজের যৌক্তিকতা দেখানো হচ্ছে।Se proprio vogliono rinnovare il centro del Cairo, potrei indicare loro tutta una serie di aree orribili e senza alcun valore storico.
20আমি মনে করি যে তারা যদি শহরতলীর কিছু অংশের উন্নয়ন চায়, আমি তাদেরকে কিছু এলাকা দেখাতে পারি যেটা কুৎসিত আর যার ঐতিহাসিক কোন মূল্য নেই।Così forse questi signori si ricorderanno che la battaglia da combattere non è contro edifici antichi o storici, ma contro la mancanza di simmetria e le brutture che affliggono le nostre strade (vedi Mohandeseen o Nasr City).
21আর তারা হয়তো মনে রাখতে পারে যে তাদের যুদ্ধ পুরানো বা ঐতিহাসিক বাড়ীর সাথে না, বরং সামঞ্জস্যের অভাব আর বিভৎসতা যা আমাদের রাস্তায় ভরে আছে তার সাথে (দেখুন মোহান্দিসিন, দেখুব নাসর সিটি)।
22পরিশেষে এই ব্লগার বলেছেন:In conclusione, il blogger dichiara:
23আমাদেরটা ইতিহাস সমৃদ্ধ একটা দেশ, আর আমাদের সমস্যা হলো যে যদিও আমরা দ্রুত একে নিয়ে নীতিহীন সব কাজ করি, একে আমরা একেবারেই সম্মান করিনা।Il nostro è un Paese dall'enorme patrimonio storico, ma pur essendo bravissimi a svenderlo, non ne abbiamo il minimo rispetto.
24আমাদের শব্দকোষ থেকে সংরক্ষণ নামক শব্দটা একেবারেই গায়েব, আর এটা দেখা যায় কি খারাপভাবে আমরা ফারাওদের সম্পদ দেখাশোনা করি মিশরীয় জাদুঘর হিসাবে নাম করা ভেঙ্গে পড়া গুদামে।Per qualche motivo, la parola conservazione è assente nel nostro vocabolario, e lo dimostra il modo in cui trattiamo i tesori faraonici in quel magazzino dismesso chiamato Museo Egizio.
25তাই দয়া করে হয় শহরতলীর সংরক্ষণ করেন না হয় এটাকে একা ছেড়ে দেন।Dunque, per cortesia, o rinnoviamo il centro città, oppure lo lasciamo stare così.
26কিন্তু কায়রোর সব থেকে সুন্দর একটা অংশ ধ্বংস করার সাহস দেখাবেন না।
27যার মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীদের আপনি দেখাতে চান যে আপনার দেশ কতোটা দুবাই এর মতো।Ma che nessuno cerchi di distruggere una delle zone più belle del Cairo, solo per vedere agli investitori stranieri che siamo uguali a Dubai.
28আমরা কি এতো পিছনে পড়ে গেছি, আর দুবাইকে এতো হিংসা করছি, যে আমরা যা হয় কিছু করবো তাদের মতো নিজেদেরকে দাবী করার জন্য?Siamo caduti così in basso, invidiosi di Dubai, da non aver di meglio da fare se non affermare di essere come loro?
29ভালো, প্রথমে তাদের ব্যবসার ধরণ প্রয়োগ করুন, বা তাদের আয়করের হার, বা নারীদেরকে যৌন নিপীড়ণ থেকে বাঁচানোর জন্য তাদের নীতি, আর তারপরে উচ্চ তলার বাড়ী নির্মাণ করেন।Benissimo, allora prima adottiamo le stesse politiche economiche, la stessa pressione fiscale, o anche le stesse misure per proteggere le donne dalle molestie sessuali, poi si possono anche costruire dei grattacieli.
30বা তার থেকেও ভালো, দুবাই মরুভূমিতে নির্মিত হয়েছে আর মিশরের ৯০% মরুভূমি, তাহলে ওখানেই কেন নির্মাণ করা হোক না?Oppure, meglio ancora, Dubai è stata costruita nel deserto, il 90% dell'Egitto è deserto, perché non edificare lì?
31আর জিমি ওখানে কেন যাননা যাতে আপনি আপনার মূল্যবান দুবাইএর মতো উচ্চতলার পাশে থাকতে পারেন?E Jimmy, perché non ci vai pure tu lì, sai, abiteresti vicino al tuo prezioso grattacielo stile Dubai?
32বিশাস করেন, আমরা কেউ কিছু মনে করবো না।Fidati di me, nessuno di noi sentirà la tua mancanza.
33তার থেকেও ভালো, দুবাইতে চলে যান, আর আপনার মন যতো চায় তত উচু বিল্ডিং দেখতে পাবেন।Anzi meglio, trasferisciti direttamente a Dubai, così potrai avere tutti i grattacieli che il tuo piccolo cuore desidera.