# | ben | ita |
---|
1 | ভিডিও: শিশুদের জন্য স্পেনে অনুষ্ঠিত হয়েছে ক্যামেরা ছাড়াই ভিডিও নির্মাণ বিষয়ক এক কর্মশালা | Spagna: tecniche video (creative e senza telecamera) per giovanissimi |
2 | ফিল্মের উপর এক চিহ্ন বসানো | Tecnica su pellicola |
3 | এই কর্মশালার অন্যতম পরিচালনাকারী এক সংগঠন দি এসোসিয়াসিওন এসপাসিও রোজা (রেড স্পেস এসোসিয়েশন বা লাল এলাকা সংঘ) এবং এ ভাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে: | A Valladolid, in Spagna, si insegna ai bambini come realizzare dei film senza bisogno di utilizzare telecamere. Ecco alcuni dei video che mostrano il processo e i risultati finali di questi corsi. |
4 | সম্প্রতি “মাই ফাস্ট মুভি” বা “আমার প্রথম ছবি” নামক কর্মশালা শুরু হয়েছে। এটি ক্যামেরা ছাড়া চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি বাস্তবধর্মী কর্মশালা। | L'Asociación Espacio Rojo [sp] (Associazione Spazio Rosso) si occupa di organizzare tali corsi e spiega così i propri obiettivi: |
5 | এই কর্মশালার বৈশিষ্ট্য হচ্ছে ক্যামেরা ছাড়াই এখানে চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি শেখানো হয়। | Attualmente è in svolgimento il workshop “Il mio primo film”, un corso pratico per girare filmati senza usare telecamere. |
6 | এখানে অভিব্যক্তি প্রকাশের জন্য ভিন্ন পদ্ধতি এবং প্রজেক্টর বা প্রদর্শন করার যন্ত্র ব্যবহার করা হয়। | Il workshop illustra le procedure per realizzare dei filmati ricorrendo a tecniche e supporti cinematografici come mezzo d'espressione. |
7 | নিচের ভিডিওটি এই পদ্ধতিতে শিশুদের তৈরি প্রথম চলচ্চিত্র: | Ecco un video [sp] che raccoglie i primi filmati dei bambini: |
8 | সাম্প্রতিক কর্মশালাটি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে শিশুরা ১৬ মিলিমিটার বা এমএম ফিল্মের উপর (যার উপর দৃশ্য ধারণ করা হয়) রং করে: এরপর তাদের সকল ছবির টুকরা একসাথে করা হয়। | Nell'ultimo corso, svoltosi il 27 dicembre, i ragazzi hanno dipinto sulla pellicola da 16 mm, e poi tutti i nastri sono stati uniti insieme. |
9 | এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শিশুরা তাদের কাজে ব্যস্ত রয়েছে এবং তারা আনন্দের সাথে বিভিন্ন যন্ত্র দিয়ে তাদের নির্মিত চলচ্চিত্রকে একত্রিত করছে: | Il video che segue [sp] mostra il processo seguito e le attrezzature usate per montare i fotogrammi. |
10 | পরবর্তী ভিডিওটিতে আপনি দেখতে পাবেন শিশুরা মুগ্ধ হয়ে তাদের প্রথম চলচ্চিত্রটিকে রূপালী পর্দায় প্রদর্শিত হতে দেখছে: | Nel video successivo [sp], oltre alla lavorazione, si vedono i bambini ammirare il loro primo film durante la proiezione: |
11 | রেড স্পেস এসোসিয়াসিওন ভিমেও চ্যানেলে আপনি এ রকম আরো ভিডিও দেখতে পাবেন, যেখানে শিশুরা চলচ্চিত্র নির্মাণ নিয়ে এ রকম পরীক্ষা করছে এবং একই সাথে দেখতে পাবেন এই কর্মশালা তার নিজস্ব পদ্ধতিতে কাজ করে চলছে। | Altri video che mostrano gli esperimenti dei bambini con le procedure cinematografiche, oltre ai vari workshop previsti, sono disponibili sul canale di Vimeo dell'Asociación Espacio Rojo [sp]. |