Sentence alignment for gv-ben-20120727-29086.xml (html) - gv-ita-20120721-63377.xml (html)

#benita
1সিরিয়া: ভিডিওগুলোতে তীব্র সংঘাতের প্রমাণSiria: video documentano l'incremento della violenza
2এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। সিরিয়ার রাজধানী দামেস্কে বুধবারের আক্রমণটিতে রাস্ট্রপতি বাশার আল আসাদের কয়েকজন মুখ্য নিরাপত্তা সহযোগী নিহত হয়েছে।Mercoledì un attacco a Damasco, capitale della Siria, ha ucciso i collaboratori chiave delle forze di sicurezza del Presidente Bashar Al Assad, segnando un'importante escalation nel conflitto che si protrae da 16 mesi tra il regime siriano e le forze di opposizione.
3এতে সিরিয়ার শাসকগোষ্ঠী এবং বিরোধী বাহিনীগুলোর মধ্যে ১৬মাস ব্যাপী সংঘাতে একটি গুরুত্বপূর্ণ তীব্রতা বৃদ্ধি সূচিত হয়েছে।
4বৃহস্পতিবার এক্টিভিস্টরা রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অব্যহত যুদ্ধের কথা জানিয়েছে।Giovedì gli attivisti hanno segnalato lotte continue nelle zone che circondano la capitale Damasco.
5একই দিন রাশিয়া এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্যে সিরীয় সরকারের উপর অবরোধ আরোপের একটি সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করেছে।Lo stesso giorno, Russia e Cina hanno posto il veto [en] su una risoluzione del Consiglio di Sicurezza delle Nazioni Unite che avrebbe dovuto emettere una sanzione nei confronti del governo siriano per non aver attuato un piano di pace internazionale.
6সিরিয়া থেকে আসা সংবাদে সামাজিক মিডিয়া জ্বলছে। ইউটিউবে এক্টিভিস্টদের আপলোড করা ভিডিওগুলো দর্শকদেরকে তীব্রভাবে বেড়ে যাওয়া সংঘাতটির মূল ধাপগুলো অনুসরণ করার সুযোগ করে দিয়েছে।Le notizie dalla Siria hanno infiammato i social media: i video caricati su YouTube dagli attivisti consentono a tutti di seguire le fasi principali di un conflitto che va fa facendosi sempre più aspro.
7দামেস্ক বোমাবর্ষণের একটু পর থেকেই সারা শহরের পার্শ্ববর্তী এলাকাগুলো জুড়ে মর্টার শেল নিক্ষেপ এবং আকাশ থেকে বোমাবর্ষণ শুরুর রিপোর্ট আসতে শুরু করে।Poco dopo il bombardamento di Damasco, sono iniziate ad arrivare cronache di bombardamenti aerei e col mortaio in tutta la città.
8সেগুলোর কিছু কিছু - এমসিরিয়া৯১ এর পাঠানো নিচেরটির মতো - ভিডিওতে ধরা পড়েছে:Alcuni di questi sono stati ripresi, come quello caricato da msyria91:
9http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
10v=dzPk0GAdR7k&feature=player_embeddedv=dzPk0GAdR7k&feature=player_embedded
11পরে বুধবার এক্টিভিস্টরা রিপোর্ট করেছে যে সিরিয়ার সামরিক বাহিনী দামেস্কে ট্যাংক মোতায়েন করেছে।Più tardi, mercoledì, gli attivisti segnalano che i militari siriani hanno schierato i carri armati a Damasco.
12প্রথম শোকার্ত রাস্তায় ঘোরাফেরা শুরু করার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারগুলো মাথা উপর চক্কর দিতে শুরু করেছে - ম্যারিওয়েইন এর পাঠানো নিচের ভিডিওটিতে যেমন ধারণ করা হয়েছে:Gli elicotteri aleggiano in aria mentre le prime persone in lutto iniziano a lanciarsi in strada, come ripreso dal video pubblicato da marrywayne:
13http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
14v=1_ykGov2OLs&feature=player_embeddedv=1_ykGov2OLs&feature=player_embedded
15নিচের ভিডিওটিও পাঠিয়েছেন ম্যারিওয়েইন যাতে গ্রামবাসীদের বাশার আল আসাদের ঘনিষ্ট হোতাদের হত্যাকাণ্ড উদযাপন করতে দেখা যাচ্ছে বলে দাবী করা হয়েছে:Marrywayne diffonde anche il seguente video, che mostra presumibilmente gli abitanti mentre festeggiano l'uccisione degli uomini forti della cerchia ristretta di Bashar al-Assad:
16http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
17v=ObKfPoFcZYQ&feature=player_embeddedv=ObKfPoFcZYQ&feature=player_embedded
18দিনের পরবর্তী অংশে সামাজিক মিডিয়াতে দামেস্কে আসাদের পোষা গুণ্ডা বাহিনী সাবিহা'র হাতে গণহত্যার অসমর্থিত খবর পাওয়া গিয়েছে।Notizie non verificate di omicidi di massa perpetrati a Damasco dai sostenitori di Assad, gli shabiha [it], emergono sui social media più tardi lo stesso giorno.
19গ্রাফিক ভিডিওগুলোতে (দর্শকের বিবেচনার পরামর্শ দেওয়া গ্রাফিক প্রকৃতির একটি ভিডিও লিংক) কথিত আক্রান্তদের শীঘ্রই ইউটিউবে হাজির হতে দেখা যাচ্ছে।Su YouTube circolano anche video con immagini assai forti (che potrebbero urtare la sensibilità di qualcuno) che mostrano le presunte vittime.
20মুভিজট্রেইলারসক্লিপ্স এর পাঠানো নিচেরটির মতো অন্যান্য সব ভিডিওতে দামেস্কের পার্শ্ববর্তী মিদান এলাকায় সরকারী বাহিনীর শেল বর্ষনের ফলাফল দেখা যাচ্ছে:Altri video, come quello diffuso da Moviestrailersclips, mostra le conseguenze del bombardamento del quartiere Midan di Damasco ad opera delle forze governative:
21http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
22v=z3jyU0AerCs&feature=player_embeddedv=z3jyU0AerCs&feature=player_embedded
23মিদানেরবিপ্লব এর পাঠানো নিচের ভিডিওটিতে সারারাত ধরে মিদান এলাকাতে অব্যাহত মর্টার এবং ভারী গোলা বর্ষণ দেখানো হয়েছে:I bombardamenti col mortaio del quartiere Midan e le violente sparatorie sono continuate per tutta la notte, come mostra il video pubblicato da MidanRevolution:
24বৃহস্পতিবার বিরোধী এক্টিভিস্টরা দামেস্কের দক্ষিণ এলাকাতে অব্যাহত যুদ্ধের কথা উল্লেখ করেছে।Giovedì, gli attivisti dell'opposizione hanno segnalato lotte continue nel distretto meridionale di Damasco.
25দ্রুতই খাদ্য সংকটের সংবাদ আসে। জামালওয়ার্কমেইল এর পাঠানো নিচের ভিডিওটি রুটির জন্যে দামেস্কের বাসিন্দাদের লাইন ধরতে দেখানোর দাবি করেছে:Ben presto sono emerse notizie circa la scarsità di cibo. jamalworkmail rilancia il seguente video, che afferma di mostrare gli abitanti di Damasco in fila per il pane:
26http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
27v=DTat7DLCL24&feature=player_embeddedv=DTat7DLCL24&feature=player_embedded
28পরবর্তীতে বৃহস্পতিবার পরিস্থিতিটিকে দ্রুত পরিবর্তন মনে হচ্ছিল।Più tardi, giovedì, la situazione sembra evolvere rapidamente.
29গর্বিতলিবিয়ার পাঠানো একটি ভিডিওতে বিরোধী বাহিনীর সিরীয়-ইরাকী সীমান্তের একটি পারাপারের নিয়ন্ত্রণ করতে দেখানোর দাবি করেছে।:Un video caricato da libyanproud sostiene di mostrare le forze di opposizione che controllano un varco di frontiera al confine tra Siria e Iraq:
30পরবর্তীতে খবরটি নিশ্চিত করেছেন একজন ইরাকী কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি এএফপিকে বলেছেন যে সিরিয়ার বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়া মধ্যেকার সবগুলো সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।La notizia è stata successivamente confermata [en] da un ufficiale iracheno che giovedì ha dichiarato all'AFP che i ribelli siriani hanno preso controllo di tutti i varchi di frontiera tra Iraq e Siria.