# | ben | ita |
---|
1 | ভিডিওঃ ব্রাজিলে এক শিশুর নিরামিষ ভোজনের জ্ঞানের ভিডিও ছড়িয়ে পড়েছে | Brasile: video di bambino vegetariano impazza su internet |
2 | তিন-বছর বয়সী লুইজ এন্টনিও - এর একটি ইউটিউব ভিডিও আছে যেখানে সে তাঁর মাকে ব্যাখ্যা করছে, কেন সে দুপুরের খাবারে অক্টোপাসের নচ্ছি খেতে চায় না। ভিডিওটি বর্তমানে সারা বিশ্বজুড়ে সর্বাধিকবার দেখা ভিডিও - এর খেতাব জিতেছে। | Luiz Antonio, di soli 3 anni, spiega perché non vuole mangiare un piatto di gnocchi al polpo e diventa l'ultimo successo internazionale [pt, come i link successivi eccetto ove specificato] di internet. |
3 | ব্রাজিলের ছোট বাচ্চাটি তর্ক করছে, সে মাংশ খেতে পছন্দ করে না। কারন, “আমরা পশুদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়” এবং বলেছে, সে প্রাণীদের জীবিত ও সুখী দেখতে ভালোবাসে। | Il piccolo vegetariano brasiliano chiarisce che non gli piace mangiare la carne perché “quando mangiamo gli animali, loro muoiono” e che vuole vederli “in piedi e felici”, dichiarando che dobbiamo “prendercene cura e non mangiarli”. |
4 | সে আরো ব্যক্ত করেছে, আমাদের “তাঁদের খেয়ে ফেলা উচিৎ নয়, তাঁদের যত্ন নেওয়া উচিৎ”। | Il video originale, pubblicato su Youtube il 15 maggio 2013, ha superato 1.500.000 visualizzazioni in poco più di due settimane. |
5 | প্রকৃত ভিডিওটি ১৫ মে, ২০১৩ তারিখে পর্তুগিজ ভাষায় ইউটিউবে আপলোড করা হয়, যা মাত্র দু'সপ্তাহে প্রায় ১,৫০০,০০০ বারের কাছাকাছি দেখা হয়ে গেছে। | La versione inglese [en] è stata postata il 29 maggio, e già tre giorni dopo era stata vista 900.000 volte. |
6 | এটির ইংরেজী সংস্করনটি ২৯ মে প্রকাশিত হয় এবং কেবলমাত্র তিনদিনের মধ্যে তা প্রায় ৯০০,০০০ বারের বেশী দেখা হয়ে গেছে। | Riportiamo qui il link alla versione sottotitolata in italiano di recente pubblicazione: http://www.youtube.com/watch? |
7 | এমন একটি দেশ যেখানে খুব সামান্য সংখ্যক লোক নিরামিষভোজী খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেখানে এই ভাইরাসের মতো ছড়িয়ে পরা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে নিরামিষ ভোজন সম্পর্কে একটি উত্তপ্ত বিতর্কের স্ফুলিঙ্গ নির্গত করেছে। | v=s3IB2g0ddwk In un Paese dove solo una piccola parte della popolazione è vegetariana, il filmato ha generato animati dibattiti riguardo l'argomento su Youtube e Facebook. |
8 | কার্লোস অগাস্টো এন্ড্রেড কারনটি ব্যাখ্যা করেছেনঃ | |
9 | ভিডিওটি ফেসবুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। | Carlos Augusto Andrade ne spiega il motivo: |
10 | এটি এমন ভিডিওগুলোর একটি যা সবধরনের মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেনঃ আপনার মা, আপনার খালা, আপনার বন্ধু, যার সাথে আপনি বিদ্যালয় থেকে একত্রে আছেন… এবং যদিও ফেসবুক ও ইউটিউবে কিছু গ্রুপ নিরামিষ ভোজন সম্পর্কে আলোচনা করতে ভিডিওটি ব্যবহার করেছে। আমরা বুঝতে পারছি এটি যে কারনে ছড়িয়ে পরেছে তা হলোঃ একটি ভিডিও যেখানে একটি মিষ্টি বাচ্চা অদ্ভুতভাবে তাঁর বয়সের চেয়ে বেশি বাকপটু এবং এমন একটি বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছে যা আমাদের অনেকের মাঝেই বাধা দেয়ার ও প্রতিক্রিয়া জানানোর মতো প্রভাব বিস্তার করে। | Il video, diventato virale il 29 maggio 2013 su Facebook, è uno di quelli che tutti i tipi di persone condividono: tua madre, tua zia, i tuoi amici fighetti, quelli con cui andavi a scuola… Nonostante alcuni gruppi su Facebook e Youtube lo abbiano usato per discutere di vegetarianismo, il suo successo è dovuto al fatto di essere semplicemente ciò che è: un filmato che mostra la dolcezza di un bimbo molto curioso e sveglio per la sua età, che riflette su qualcosa su cui non tutti si fermano a pensare. |
11 | “গোলমাল ছাড়া নিরামিষভোজী রান্না” বিষয়ক ইউটিউবের একটি অনুষ্ঠান, ভেজেটারির্যাঙ্গো - এর পুরোভাগের প্রধান পাচক ফ্লাভিও গিউস্টি তাঁর ফেসবুক পেজে “ছোট্ট ছেলেটি, যে ইন্টারনেটে সবাইকে ছুঁয়ে গেছে” শিরোনামে স্নেহ-নিবেদন করে একটি ব্যানার প্রকাশ করেছেন। | Flavio Giusti, lo chef che dirige su Youtube VegetariRANGO - Un programma di “Cucina vegetariana senza lagne” - ha pubblicato sulla sua pagina Facebook l'immagine qui sotto, in omaggio a Luiz Antonio. |
12 | শুধুমাত্র এই ব্যানারটিকে ১,১৪৫ বারের চেয়েও বেশি বার শেয়ার করা হয়েছেঃ | Il banner è stato condiviso 1.145 volte: “Quando mangiamo gli animali, loro muoiono. |
13 | লুইজ অ্যান্টনিও - এর দর্শনঃ “আমরা প্রাণিদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়। আমি এটা পছন্দ করি না। | Tutto questo non mi piace, mi piace vederli in piedi, felici. |
14 | আমি তাঁদের জীবিত দেখতেই বেশি পছন্দ করি। | Dobbiamo prendercene cura, non mangiarli.” |
15 | আমাদের উচিৎ তাঁদের দেখাশোনা করা, তাঁদের খেয়ে ফেলা নয়”। | La filosofia di Luiz Antonio, “il bambino che ha commosso internet”. |
16 | শিশুটির কথার সরলতায় অনুপ্রাণিত হয়ে কিছু লোক মাংশ-মুক্ত জীবনধারণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন ব্লগার ভিভিয়ান জানদোনাদি তাঁর অনেক বন্ধুবান্ধবের সাথেই ভিডিওটি শেয়ার করেছেন। | Ispirati dalla semplicità delle parole del piccolo, molti hanno adottato un regime alimentare privo di carne, come alcune delle persone con cui Viviane Zandonadi, blogger di cucina, ha condiviso il video. |
17 | একজন খাদ্য লেখিকা চিন্তায় পরে গেছেন, যদি তাঁর মেয়ে তাঁকে একই ধরণের প্রশ্ন করা শুরু করে তখন তিনি কি করবেনঃ | Con un pizzico d'ironia, la scrittrice si interroga su cosa risponderà alla figlia quando inizierà a farsi le stesse domande : |
18 | আমি উদ্বিগ্ন। | Sono in ansia. |
19 | যখন আমার সময় আসবে, যদি কাটা আমাকে খাদ্য শৃঙ্খলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলব, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই। | Quando spetterà a me, se Cata mi chiederà la logica della catena alimentare, non ho idea di cosa potrò dirle. |
20 | লুইজ এ্যান্টনিও আমার যুক্তিগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে। | Luiz Antonio ha reso vane le mie spiegazioni. |
21 | ভিডিওটির শেষে লুইজ এ্যান্টনিও - এর মা কেঁদে ফেলেন এবং তাঁর ছেলেকে শুধুমাত্র ভাত ও আলুগুলো খেতে বলেন। | Al termine del video, la mamma di Luiz Antonio, commossa, chiede al figlio di mangiare almeno il riso e le patate. |
22 | এসার্টো ডি কন্টাস ব্লগের জন্য গুইলহারমে কারভালহো লিখেছেন, তিনি আশা করেন অন্যান্য বাবা-মায়েরাও তাদের বাচ্চাদের সংবেদনশীলতাকে সম্মান করবেন। | |
23 | তিনি এটাও আশা করেন যে তারা জোর করে বাচ্চাদের মত পরিবর্তন করতে মিথ্যার অবলম্বন করা অথবা নির্বোধের মতো তর্ক করা বন্ধ করবেনঃ তাই, ২০১৩ সালে এসে আমাদের শিশুদের সাথে প্রতারণা করা বন্ধ করার সময় হয়েছে। | Guilherme Carvalho, scrivendo al blog Acerto de Contas [Resa dei Conti], spera che altri genitori inizino a rispettare la sensibilità dei propri figli, senza ricorrere a bugie per forzare i bambini a cambiare idea: |
24 | অন্যের দুঃখে দুঃখ বোধ করার তাদের অনুভূতি, যখন তারা প্রাণী ভক্ষণের আগ্রহ না দেখায় তখন তাদের ইচ্ছাকে দমন করা বন্ধ করার সময় এসেছে। | In pieno 2013, è arrivato il momento di smettere di imbrogliare i nostri bambini e soffocare la loro compassione quando mostrano la volontà di non voler nutrirsi di carne. |
25 | চলুন, এই স্বার্থহীনতা এবং অন্যের দুঃখে দুঃখ বোধকে সম্মান করি এবং মূল্য দেই। | Rispettiamo e valorizziamo questo atteggiamento altruista e compassionevole. |
26 | শিশুর নিরামিষভোজী হওয়াটা কোন সমস্যা নয় এবং আজকাল ব্যাপক তথ্য প্রমান রয়েছে, যাতে দেখা যায় এই অভ্যাসটির অনেক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। | Avere un figlio vegetariano oggigiorno non è un problema, esiste una vasta letteratura scientifica in merito che dimostra i benefici di questa scelta. |
27 | লুইজ এ্যান্টনিও - এর ভিডিওটি দেখে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং আশান্বিত হয়েছেন। | Il video di Luiz Antonio ha commosso molte persone e ha riempito i loro cuori di speranza. |