# | ben | ita |
---|
1 | গবেষণায় দেখা গেছে, ইউরোপিয়ানরাই লাতিন আমেরিকায় বেশি হারে অভিবাসন নিয়েছেন | |
2 | আর্জেন্টিনার বুয়েনোস আয়ারসের ইন্ডিপেনডেন্সিয়া স্টেশনে আঁকা একটি ম্যুরাল চিত্র। | |
3 | “ছেড়ে যাচ্ছি” নামের এই ম্যুরালটি এঁকেছেন আন্তোনিও সেগুই। | |
4 | ছবি তুলেছেন রদ্রিগো বোরগেজ ডেলফিম। | Emigrano più europei in America Latina che il contrario, rivela uno studio |
5 | পোস্টটি প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষার ব্লগ মাইগ্রামান্ডোতে। | “Emigrando” Murales di Antonio Segui nella stazione Independencia della metro di Buenos Aires, Argentina. Foto: Rodrigo Borges Delfim |
6 | কনটেন্ট বিনিময় চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ পুনর্প্রকাশিত হয়েছে। | |
7 | বেশিরভাগ মানুষের ধারনা, লাতিন আমেরিকা থেকে ইউরোপে বিপুল সংখ্যক অভিবাসী যান। | Questo post è apparso per la prima volta sul blog MigraMundo in lingua portoghese e viene ripubblicato su Global Voices, in seguito a un accordo per la condivisione dei contenuti. |
8 | সে তুলনায় ইউরোপ থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আসেন খুব কম সংখ্যক অভিবাসী। | Contrariamente a quanto si pensa comunemente, sono di più gli europei che stanno emigrando dall'Europa verso l'America Latina e i Caraibi che quelli in direzione opposta. |
9 | কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে উল্টোটা। ইউরোপে নয়, বরং সেখান থেকেই বেশি সংখ্যক অভিবাসী লাতিন আমেরিকায় আসেন। | E' la conclusione di uno studio pubblicato recentemente dall'Organizzazione Internazionale per le Migrazioni (IOM), dal titolo “Dinamiche migratorie in America Latina e i Caraibi e tra America Latina e Unione Europea”. |
10 | আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ‘মাইগ্রেটরি ডাইনামিক্স ইন লাতিন আমেরিকান অ্যান্ড দ্য ক্যারিবিয়ান অ্যান্ড বিটুইন লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন' শিরোনামের গবেষণা প্রতিবেদনে সেটাই উঠে এসেছে। | |
11 | গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ সালে ১৮১,০০০ জনের বেশি ইউরোপিয়ান তাদের দেশ ছেড়ে লাতিন আমেরিকায় গেছেন। | |
12 | অন্যদিকে একই সময়ে ১১৯,০০০ জন লাতিন আমেরিকান দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিয়েছেন। যা ২০০৭ সালের তুলনায় ৬৮ শতাংশ কম। | Il documento riporta che, nel 2012, più di 181.000 cittadini europei hanno lasciato i loro paesi, rispetto ai 119.000 cittadini latino americani che si sono spostati in direzione opposta. |
13 | সে বছর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৩৫০,০০০ জনের বেশি অভিবাসী ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। | |
14 | অভিবাসীর সংখ্যায় এ যাবৎকালে সেটাই সর্বোচ্চ। লাতিন আমেরিকায় সবচে' বেশি সংখ্যক অভিবাসী গেছেন স্পেন থেকে। | I dati mostrano una diminuzione del 68% di quest'ultimo flusso rispetto al 2007, quando il numero di migranti dall'America Latina e dai Caraibi verso l'Europa ha superato i 35.000, il livello più alto mai raggiunto. |
15 | ২০১২ সালে স্পেন থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা ছিল ১৮১,১৬৬ জন। এর পরপরই আছে ইতালি, ফ্রান্স এবং জার্মানি। | La Spagna supera gli altri paesi per numero di cittadini che emigrano alla ricerca di nuove opportunità negli stati del Sud America, con 181.166 migranti verso questi Paesi nel 2012. |
16 | ২০১৩ সালে লাতিন আমেরিকায় বসবাসকারী আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ৮. | |
17 | ৫ মিলিয়ন (এর ১. | Seguono Italia, Portogallo, Francia e Germania. |
18 | ১ মিলিয়নই ইউরোপীয় ইউনিয়নের)। যা ২০১০ সালের চেয়ে ৫০০,০০০ এবং ২০০০ সালের চেয়ে ২. | Nel 2013, 8,5 milioni di migranti internazionali vivevano in America Latina (1,1 milione proveniente dall'UE), 500.000 in più del 2010 e 2,5 milioni in più rispetto al 2000. |
19 | ৫ মিলিয়ন বেশি। | |
20 | ইউরোপ থেকে লাতিন আমেরিকায় অভিবাসন প্রসঙ্গে আইওএম-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-জেনারেল লরা থমসন বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ এবং লাতিন আমেরিকার মধ্যে অভিবাসন আমাদেরকে আর্থ-সামাজিক অস্থিরতার চিত্র তুলে ধরে। | |
21 | পাশাপাশি তারা অর্থনৈতিক মন্দাকে কীভাবে মোকাবেলা করছে, এর সাথে নিজেদেরকে কীভাবে সমন্বয় করে নিচ্ছে তা দেখায়।“ | “Negli ultimi anni, i cambiamenti dei flussi migratori tra America Latina e Europa mostrano ancora una volta che tali flussi sono influenzati dalle oscillazioni socio-economiche e che possono potenzialmente rivelarsi uno strumento di adattamento e risposta alle crisi economiche strutturali”, commenta Laura Thompson, assistente al direttore generale dell'IOM. |
22 | গবেষণায় দেখা যাচ্ছে, বেশি সংখ্যক ইউরোপিয়ান লাতিন আমেরিকায় অভিবাসন নিয়েছেন। | Lo studio mostra che sono di più gli europei emigrati verso l'America Latina che i latino americani verso l'Europa. |
23 | ছবি: আইওএম | Foto: IOM/Divulgação |
24 | তিনি উল্লেখ করেছেন, এই সমন্বয়টা হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোতে অভিবাসনের মাধ্যমে। | |
25 | ২০১৩ সালে আর্জেন্টিনায় সবচে' বেশি সংখ্যক অভিবাসী এসেছে- ২৩৮,৭০০ জন। | Un esempio dell'adattamento appena menzionato è l'aumento delle migrazioni tra paesi dell'America Latina. |
26 | যা মোট অভিবাসীর ২৮ শতাংশ। এর পরেই আছে ভেনেজুয়েলা, কোস্টারিকা এবং ডমিনিকান রিপাবলিক। | Nel 2013, l'Argentina si è collocata in testa a questi paesi, accogliendo 238700 immigrati da paesi della stessa area (28% del totale), seguita da Venezuela, Costa Rica e Repubblica Domenicana. |
27 | ব্রাজিলের কী অবস্থা? | E il Brasile? |
28 | ব্রাজিলে অভিবাসী ইস্যু'র গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। দেশটি অভিবাসনের ক্ষেত্রে ট্রানজিট এবং গন্তব্য হিসেবে গন্য হয়ে থাকে। | Mentre la questione immigrazione continua ad assumere importanza in Brasile, che sta diventando paese di transito e destinazione per i migranti, lo studio dell'IOM mostra che i brasiliani continuano ad emigrare verso altri paesi. |
29 | আইওএমের গবেষণায় দেখা গেছে, ব্রাজিলিয়ানরা নিজেরাও অন্যান্য দেশে অভিবাসন নিচ্ছেন। | Secondo lo studio, il Brasile è il paese dell'America Latina con il maggiore numero di migranti verso l'Europa, seguito da Colombia, Perù e Ecuador. |
30 | আইওএমের তথ্য মতে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল থেকেই সবচে' বেশি সংখ্যক মানুষ ইউরোপে অভিবাসী হন। | |
31 | এরপরের দেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, পেরু এবং ইকুয়েডর। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রাজিলই সবচে' বেশি পরিমাণ রেমিটেন্স পেয়ে থাকে (১. | E' altresì il paese che riceve il più alto numero di rimesse dall'Unione Europea (1.596 dollari), che rappresentano il 22% della cifra totale inviata verso l'America Latina (dati del 2012). |
32 | ৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার)। | Clicca qui per scaricare lo studio (in spagnolo). |
33 | যা লাতিন আমেরিকার মোট রেমিটেন্সের ২২ শতাংশ (২০১২ সালের তথ্য)। | |
34 | গবেষণা প্রতিবেদনটি ডাউনলোড করতে ক্লিক করুন (স্প্যানিশ ভাষায়)। . | |