# | ben | ita |
---|
1 | কেরালার সৌর ক্ষেত্র এবং সরকার প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছে | India: governo del Kerala coinvolto in frode sull'energia solare |
2 | ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি একটি সৌর শক্তি নীতির খসড়া করা হয়েছে। | |
3 | তাই ধরে নেওয়া হয়েছে এটি জ্বালানী শক্তি উপবাসী রাজ্যটিতে কিছু সুখবর বয়ে নিয়ে আসবে। খসড়া নীতিটি ব্যক্তিমালিকানাধীন সৌর যন্ত্রাদি স্থাপনকে কেন্দ্র করে করা হয়েছে। | Quando di recente il Kerala ha redatto una bozza per una politica energetica solare [en, come tutti i link a seguire] incentrata sugli impianti solari individuali, si pensava che ciò avrebbe portato buone notizie a questo Stato indiano così affamato di energia. |
4 | কিন্তু স্বল্প সময় পরেই, একটি সুদূরপ্রসারী প্রতারণা মামলায় সরকারী কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের বিতর্কে কেরালায় অঙ্কুরিত সৌর শক্তির বাজারটি আপনা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। | Poco tempo dopo, tuttavia, il nascente mercato dell'energia solare si è trovato coinvolto in una controversia dopo che un caso di frode di vasta portata ha coinvolto alcuni funzionari del governo. All'inizio del 2013, Saritha S. |
5 | সারিথা এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণ ভারতের বিভিন্ন স্থানে সৌর শক্তি ক্ষেত্র এবং বায়ু কল খামারে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ রুপি হাতিয়ে নেয়। এ অভিযোগে ২০১৩ সালে জুনের শুরুতে ভাত্তাপাড়ার সারিথা এস নায়ের এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। | Nair, originaria del villaggio di Vattappara nella municipalità di Chengannur, e il suo fidanzato Biju Radhakrishnan sono stati arrestati per essersi appropriati, secondo quanto si dice, di milioni di rupie date loro da persone a cui avevano promesso investimenti nel campo dell'energia solare e dei parchi eolici in varie parti dell'India. |
6 | এই জুটির বক্তব্য অনুযায়ী সৌর ও বায়ু খামারগুলোতে শক্তি উৎপন্ন হবে, যা দ্রুত মুনাফা আয়ের জন্য জ্বালানি শক্তি উপবাসী তামিল নাড়ুতে বিক্রয় করা হবে। | La coppia convinceva la gente sostenendo che i parchi eolici e fotovoltaici avrebbero prodotto energia che sarebbe stata successivamente venduta con profitti immediati per il Tamil Nadu, Stato indiano affamato di energia. |
7 | জুটিটি এই স্কীমটিতে অর্থ প্রদানে জোরপূর্বক লোকজনকে প্রলোভিত করতে তাঁদের প্রতিশ্রুতি দেয় যে ক্ষতিগ্রস্তরা ব্যবসাটির মালিকানার অংশীদার হবে এবং ফলস্বরূপ অভাবনীয় লাভ পাবে। | Secondo quanto riportato, la coppia ha indotto le vittime a contribuire al progetto con la promessa che sarebbero diventate comproprietarie dell'azienda e avrebbero ottenuto profitti inaspettati. |
8 | কোচি শহরের চিত্তর রোডে নায়ের এবং রাধাকৃষ্ণ “টীম সোলার রিনিউয়েবল এনার্জি সল্যুশনস” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। | Nair e Radhakrishnan gestivano una ditta chiamata Team Solar Renewable Energy Solutions con sede a Chittoor road, nella città di Kochi. |
9 | তাঁদেরকে গ্রেপ্তারের পর, ভাত্তাপাড়া ও রাধাকৃষ্ণের সাথে, কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির কয়েকজন ব্যক্তিগত সহকারীরসম্পৃক্ততা প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার পর তাদেরকে চাকরিচ্যুত করার কারণে রাজ্য সরকার কলঙ্কিত হয়। | Dopo l'arresto, lo scandalo ha raggiunto il governo statale, quando alcuni assistenti personali del Primo Ministro del Kerala Oommen Chandy sono stati licenziati per la loro presunta vicinanza a Nair e Radhakrishnan. |
10 | মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি নিজে রাধাকৃষ্ণের সাথে যোগাযোগ করেছিলেন। | Il Primo Ministro ha ammesso che lui stesso aveva avuto contatti con Radhakrishnan, tuttavia si è rifiutato di dimettersi nonostante le proteste dell'opposizione. |
11 | কিন্তু বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। | L'utente Ucilia Wang ha analizzato lo schema seguito dai truffatori sul blog tecnologico Giga Om: |
12 | প্রযুক্তি ব্লগ গিগা ওমে উসিলিয়া ওয়াং স্কীমটি নিয়ে গবেষণা করেছেনঃ | In mezzo a questa baraonda ci sono due presunti truffatori, Biju Radhakrishnan e Saritha S. |
13 | ব্রোউহাহার কেন্দ্রস্থলে অভিযুক্ত দুই জালিয়াত বিজু রাধাকৃষ্ণ ও সারিথা এস নায়ের সস্তায় সৌর প্যানেল স্থাপনের প্রতিশ্রুতির দিতে ডাক্তারদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। | Nair, i quali, stando a quel che si dice, con le loro promesse hanno persuaso dottori a installare pannelli solari a buon prezzo. |
14 | এরপর তাঁরা টাকা নেয়, তাঁদের ফোন বন্ধ রাখে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। | I due poi hanno preso i soldi, hanno spento i cellulari e hanno cercato di sparire. |
15 | পুলিশ উভয়কে গ্রেপ্তার করেছে। | La polizia ha arrestato entrambi. |
16 | কেরালার কিছু সরকারি কর্মকর্তাকে এই দুইজনকে সাহায্য করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। | Da allora alcuni funzionari dello stato del Kerala sono stati accusati di aver aiutato la coppia. |
17 | তামিল নাড়ুর আউরোভিলে সাধনা ফরেস্ট কমিউনিটিতে সৌর প্যানেল। | Pannelli solari nella comunità Sadhana Forest, Auroville, Tamil Nadu. |
18 | ফ্লিকারে তোলা ছবিটি নিয়েছেন প্রিমাসেগার রোজ। | Foto di Premasagar Rose ripresa da Flickr. |
19 | সিসি বাই-এনসি ২. | CC BY-NC 2.0 |
20 | ০ একটি সংবাদ প্রতিবেদন থেকে ব্লগার নিখিল নারায়ন (@নিখিলনারায়ন) শেয়ার করেছেন যে, চক্রটি বেশ বড়ঃ | Il blogger Nikhil Narayanan (@nikhilnarayanan) ha condiviso una notizia secondo cui i membri della banda sono molti: |
21 | @নিখিলনারায়নঃ সৌর প্রতারণা মামলার সাথে জড়িত টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী শালু মেনন, @উম্মেন_চান্ডির ছেলে ও তাঁর ভাইয়ের ছেলে, উভয়ের বন্ধু - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … | @nikhilnarayanan: Shalu Menon, l'attrice delle serie televisive legata alla frode della Solar, è amica del figlio e del nipote di @oommen_chandy - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … |
22 | সুপারফ্যাটম্যান (@জিওফিরাজ) লিখেছেনঃ | L'utente Superfatman (@geophyraj) ha scritto: |
23 | @জিওফিরাজঃ কেরালা সরকার একজন রাজ্য সরকারের কর্মচারিকে বরখাস্ত করেছে, কারন তিনি সৌর প্যানেল নিয়ে সরকারের প্রতারণার একটি খবরের লিংক শেয়ার করেছেন। | @geophyraj: Il governo del Kerala ha sospeso un dipendente statale del governo perché aveva condiviso il link di una notizia sulla frode del governo riguardante i pannelli solari. |
24 | কেরালা কি তবে এখন চীনে ? | Il Kerala è in Cina? |
25 | সুপারফ্যাটম্যান এখানে উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে ব্যাপক প্রতারণার কারণে চীনের সরকার সৌর খামারে জন্য এর ভর্তুকি স্কীম বাতিল করতে শপথ করে। | L'utente Superfatman qui si sta riferendo al fatto che il governo cinese ha giurato di cancellare il progetto di sussidio ai parchi fotovoltaici nel 2013 a causa delle grandi frodi. |
26 | যেহেতু সরবরাহ উৎসগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে নেমে যাচ্ছে, সেহেতু কেরালার জ্বালানি শক্তি পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। | Dato che le scorte di energia si stanno velocemente esaurendo e le produzioni attuali si stanno riducendo, la situazione energetica nel Kerala sembra piuttosto grigia. |
27 | বিরোধীদলীয় নেতা ভিএস আকুথানন্দন এ কথা স্বীকার করেছেন এবং সৌর প্রতারনা মামলাটি হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, “বিষয়টি এমন যে একটি রাজ্য, যেখানে জ্বালানী সংকট এতো প্রকট হতে চলেছে, সেখানে সৌর শক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে''। | Il leader dell'opposizione VS Achuthanandan ha riconosciuto ciò e ha affermato che nonostante il caso di frode riguardante il fotovoltaico “rimane il fatto che l'energia solare ha un vasto potenziale in uno stato che si trova di fronte ad una crisi energetica”. |
28 | এই প্রতারণা মামলা থেকে কী শিক্ষা নেওয়া উচিৎ তা সম্পর্কে উসিলিয়া ওয়াং প্রস্তাব করেছেনঃ | L'utente Ucilia Wang scrive qual è secondo lei l'insegnamento da trarre da tutta questa storia: |
29 | পরিচ্ছন্ন জ্বালানী শক্তির ব্যবহার বাড়াতে, সৌর স্থাপনাতে ভর্তুকি প্রদান একটি গুরুত্বপূর্ণ পথ দেখিয়ে দিবে। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে সৌর বাজারের বিস্তার যার প্রমাণ দেয়। | Sostenere con finanziamenti gli impianti fotovoltaici si è rivelato un metodo efficace per promuovere l'uso di energia pulita; la crescita del mercato del solare in Europa, negli Stati Uniti e in Giappone ne è la prova. |
30 | কিন্তু এসকল বিনিয়োগের ক্ষেত্রে স্থাপনাকারিদের নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নীতিমালা থাকতে হবে। | Tuttavia, questi investimenti devono essere accompagnati da norme che regolino gli impianti e proteggano i clienti dalla frode. |