# | ben | ita |
---|
1 | ইরানী কর্মকর্তারা বিক্ষোভকারীদের পরিচয় জড়ো করছেন | Iran: le autorità chiedono aiuto online per identificare dei manifestanti |
2 | ইরানের চলমান নির্বাচনোত্তর বিক্ষোভের সময়ে ইরানী বিক্ষোভকারীর ছবি অনলাইন প্রচুর ছাড়া হয়েছে (বিভিন্ন নাগরিক সাংবাদিকদের দ্বারা)। | In Iran i partecipanti alle dimostrazioni post-elezioni [in] apparsi in alcune immagini pubblicate online sono ora nel mirino di un sito web [fa] della Guardia Rivoluzionaria Islamica [in]. |
3 | এখন ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে (গ্রেফতারের) লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। | Il sito si chiama Gerdab (cioé ‘vortice') e fa parte del Centro Informativo per le Indagini sul Crimine Organizzato della Guardia Rivoluzionaria Islamica. |
4 | এই ওয়েবসাইটের নাম গের্দাব (যার মানে ঘুর্নি) আর এটা তৈরী করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর তথ্য কেন্দ্র যারা সংগঠিত অপরাধ তদন্ত করে। | |
5 | এই সাইটে ২০ জনের ছবি দেখানো হয়েছে যাদের মুখের চারদিকে লাল গোল চিহ্ন আঁকা কোন প্রমাণ ছাড়া এই দাবি করতে যে তারা তেহরানে ‘হাঙ্গামা' সৃষ্টি করছে। | In esso sono pubblicate le foto di 20 persone segnalate con cerchi rossi intorno al viso e si afferma, senza alcuna prova, che le persone ritratte sarebbero coinvolte nell'ondata di “caos” che ha travolto Teheran. |
6 | নাগরিকদের আহ্বান করা হয়েছে ফোন করতে বা ইমেইল করতে তারা যদি ঐ ২০ জনের ছবির কাউকে সনাক্ত করতে পারে। | I cittadini sono invitati a chiamare o inviare una email qualora fossero in grado di identificare i soggetti. |
7 | গের্দাব আরো দাবি করেছে যে দেখানো দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। | Secondo Gerdab, inoltre, le persone in questione sarebbero già in stato d'arresto. |
8 | বাকী মানুষগুলো সম্পর্কে সাইটে আর কোন তথ্য নেই। | Il sito non offre ulteriori informazioni in merito. |
9 | কিছু ইসলামপন্থী ব্লগার এদের ছবি পুন:প্রকাশ করেছেন। | Alcuni blogger islamisti hanno rilanciato [fa] le immagini. |
10 | এর মধ্যে বিক্ষোভকারীদের কিছু সমর্থক নিজেরা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ইরানী নিরাপত্তা বাহিনীর আর বিশেষ করে সন্দেহভাজন গোপন এজেন্টদের আর নাগরিকদের অনুরোধ করেছেন তাদেরকে সনাক্ত করার জন্য। | Nel frattempo, i sostenitori del movimento di protesta sono passati al contrattacco pubblicando diverse immagini delle forze di sicurezza iraniane, in particolare presunti agenti in borghese [in] mentre chiedono i documenti ai passanti. |
11 | যেমন, একজন সন্দেহভাজন এজেন্টের ছবি আছে মোটরসাইকেলের পিছনে বসে তার বেল্ট থেকে বন্দুক বার করারত অবস্থায়। | Come, ad esempio, l'immagine [in] di un presunto agente seduto sul sellino posteriore di una moto che estrae una pistola dalla cintola. |
12 | বেশ কয়েকজন ব্লগার সন্দেহভাজন এই এজেন্টের ছবি প্রকাশ করেছেন, পাঠকদেরকে তাকে চিহ্নিত করার অনুরোধ করে। | Parecchi blogger hanno pubblicato [fa] la foto del presunto agente chiedendo ai lettori di identificarlo. |
13 | কয়েক দিন পরে তার নামে শোনা গেল যে সে বাসিজ নেতা আর কথিত মাল্টি মিলিয়ন ডলার ব্যাঙ্ক ঋণ আছে তার। | Pochi giorni dopo sono iniziate a circolare delle voci sul suo nome, la sua carica di leader dei Basij [it] e un presunto debito bancario di svariati milioni di dollari. |
14 | এই ধরনের সূত্র ছাড়া তথ্য অবশ্যই বিশ্বাসযোগ্য নয় আর এই প্রক্রিয়ায় এই লোকের কথিত নামের সাথে যার নামের মিল থাকবে তার জন্য ভয়ঙ্কর সমস্যা হতে পারে। | Informazioni come queste non sono avallate da fatti né attendibili e potrebbero avere serie conseguenze per chiunque dovesse avere lo stesso nome del presunto colpevole. |
15 | অনলাইন গুজব প্রায় বাস্তবতাকে সরিয়ে দেয়। | Il pettegolezzo online può facilmente sostituirsi ai fatti. |
16 | এটা প্রথমবার হবে না যে কোন ঘটনায় একটা ছবি সমস্যা বা জেলের কারন হয়েছে। | Non sarebbe la prima volta che una foto provoca scandali o arresti durante un conflitto. |
17 | তবে, এটা নতুন এক পদ্ধতি যে অনলাইনে তথ্য সংগ্রহ করে মানুষের পিছু নেয়া আর হত্যা করার ব্যাপারটি অফিসিয়ালি সিদ্ধ করা। | In questo caso, però, ci troviamo di fronte ad un'evoluzione del reato di stalking [it] e della persecuzione, rastrellando informazioni online. |
18 | | Per seguire queste e altre vicende annesse, invitiamo a visitare la pagina dello speciale di Global Voices sulle Elezioni in Iran del 2009 [in]. |