Sentence alignment for gv-ben-20100803-12101.xml (html) - gv-ita-20100805-22798.xml (html)

#benita
1আফগান ব্লগাররা উইকিলিকসে ফাঁস হওয়া দলিল নিয়ে মন্তব্য করছেWikileaks: “Per gli afgani, tutto questo scalpore non ha alcun senso”
2গত সপ্তাহে গ্লোবাল ভয়েসেস উইকিলিকসের আফগান যুদ্ধের দলিল ফাঁস হওয়ার উপর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া নিয়ে একটি লাইভ ব্লগের আয়োজন করে।Mentre proseguono le ricadute dell'affaire Wikileaks [it], ora anche in ambito legislativo in USA [en, come gli altri link eccetto ove diversamente indicato], ricordiamo che nei giorni scorsi Global Voices ha lanciato un liveblog per seguire le reazioni dei citizen media globali.
3আসুন আমরা দেখি আফগান ব্লগাররা এই ইস্যুতে কি লিখছে।Di seguito invece alcuni rilanci dei blogger afgani.
4আমার তালিকাভুক্ত ৫০ জন দারি ভাষার (আফঘানিস্তানের দুটি রাষ্ট্রীয় ভাষার একটি) ব্লগারদের এ বিষয়ে কমই মন্তব্য করতে দেখা গেছে।Tra i 50 blog in dari (una delle due lingue ufficiali dell'Afganistan) inseriti nel mio blogroll - ribadisce qui Hamid Tehrani - ho trovato ben pochi commenti alla vicenda Wikileaks.
5আপনার যদি দারি বা পস্তুন ভাষার আফগান ব্লগ জানা থাকে তাহলে অনুগ্রহ করে করে এই পোস্টের নিচের মন্তব্য বিভাগে তার লিন্ক জানাবেন।
6তাদের কেউ যদি গ্লোবাল ভয়েসেসের জন্যে লিখতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন।
7এখানে আমরা দুজন আফঘান ব্লগারের মন্তব্য উপস্থাপন করছি:Ecco di seguito un paio d'interventi.
8‘ইস্তেকলাল' (স্বাধীনতা) ব্লগের লেখক সৈয়দ আক্রামলদিন তাহেরি এই নিয়ে তার লেখার শিরোনাম দিয়েছেন “উইকিলিকস জানিয়েছে সব কিছুর শুরু পাকিস্তানেই”।Syed Akramoldin Taheri, autore del blog Isteqlal (che significa ‘independenza') titola [fa] così il suo post: “Wikileaks rivela: tutte le strade portano in Pakistan”, spiegando:
9তিনি বলেছেন: এই ৯০,০০০ দলিল পত্রে একটি প্রধান বিষয় উদঘাটিত হয়েছে, সেটি হচ্ছে তালিবানদের প্রতি পাকিস্তানের স্পষ্ট সমর্থন।Tra le tante rivelazioni trapelate in queste 90.000 pagine di documenti [troviamo le prove] del sostegno offerto dal Pakistan ai Taliban.
10এই দলিলপত্র অনুযায়ী পাকিস্তানের তালিবানদের সাথে খুব ভাল সম্পর্ক আছে এবং তারা জালালুদ্দিন হাক্কানির চরমপন্থী দলকে অনেকদিন ধরে সমর্থন দিয়ে এসেছে।Secondo i documenti in questione, il Pakistan avrebbe legami molto stretti con i Taliban, e sosterrebbe gruppi estremisti come quello di Jalaluddin Haqqani.
11পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গত ২০০৭ সালের এপ্রিল মাসে হাক্কানীর দলকে ১০০০টি মটর সাইকেল দিয়েছে।I documenti trapelati lasciano intendere che nell'aprile 2007 i servizi segreti pakistani avrebbero fornito al gruppo di Haqqani qualcosa come mille motociclette.
12এই রিপোর্টে আরও জানা যায় যে তালিবানদের প্রতি ইরানেরও সমর্থন আছে আর সাধারণ মানুষের মৃত্যু ঠিকমত লিপিবদ্ধ করা হয় নি।Nel rapporto si parla anche del sostegno iraniano ai Taliban, e si documentano stragi di civili nascoste all'opinione pubblica.
13এই ব্লগার এই উপসংহারে পৌঁছাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এই দলিলপত্র ফাঁস হওয়ায় অসন্তুষ্ট, কারণ এটি ফাঁস করে দিচ্ছে যে আফঘানিস্তানের পড়শিরা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং তাদের থামাতে পদক্ষেপ নেয়া যেত।Il blogger conclude scrivendo che mentre gli Stati Uniti sono andati su tutte le furie per la diffusione dei documenti, queste dimostrano che i Paesi confinanti all'Afganistan stanno di fatto interferendo con la politica interna, e sarebbe necessario agire per fermarli.
14আফঘানিস্তান জার্নালের সাংবাদিক মাহমুদ হাকিমি তার ব্লগ তাবারঘানাকে লিখছেন “অবশেষে সবকিছুই উন্মোচিত হল' শিরোনামে (ফার্সী ভাষায়)।Nel suo blog Tabarghanak, Mahmoud Hakimi dell'Afghanistan Journal, propone un post [fa] dal titolo: “Finalmente è stato tutto rivelato”, scrivendo:
15এই ব্লগার জানাচ্ছেন: এই ৯০,০০০ পাতার দলিলপত্রাদি উন্মোচন করছে যে পাকিস্তানের সমর্থন রয়েছে তালিবানদের প্রতি, যারা সাধারণ জনগণের হত্যাকারী, আফঘানিস্তানের নেতাদের হত্যার ষড়যন্ত্রকারী, এবং এই সকল কাজ সাম্প্রতিক সময়কার সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক নাটক।Le 90.000 pagine di documenti trapelati che dimostrano il sostegno pakistano ai talebani, le stragi di civili e le cospirazioni per assassinare i leader afgani costituiscono forse una delle più clamorose rivelazioni di sempre in materia di politica e sicurezza, e parrebbe che a tirare le fila del teatro politico/militare afgano siano stati canovacci scritti all'estero.
16মনে হচ্ছে আফঘানিস্তানের রাজনৈতিক আর সামরিক নাট্যমঞ্চে পড়শির লেখা নাটকও অভিনীত হচ্ছে…গত তিন দশক ধরেই আফঘান জনগণকে এইসব ষড়যন্ত্রের ফল ভোগ করতে হচ্ছে, এবং পরিণতি হচ্ছে মৃত্যু এবং লাখো লোকের শরণার্থী হওয়া।Il popolo afgano ha lottato contro copioni del genere per tre decadi, e il risultato è sempre stata la morte e lo sfollamento di milioni di persone.
17সর্বশেষ: আফঘান লর্ড ব্লগের লেখক, সাংবাদিক নাসিম ফেরকাত ইমেইলে উত্তর দিয়েছেন সেই প্রশ্নের যে আফঘান ব্লগাররা কেন এ বিষয়ে কুলুপ এটে বসে আছে:Aggiornamento: Nasim Fekrat, giornalista e blogger responsabile di AfghanLord, in una mail personale replica all'annotazione sul silenzio dei blogger afgani:
18উইকিলিকসে ফাঁস হওয়া দলিলের বিষয়বস্তু আফঘানিস্তানের সবাই জানে এবং জনগণ প্রতিদিন এসবের মুখোমুখি হচ্ছে।Tutti i fatti citati su Wikileaks sono questioni aperte, qui in Afganistan, e la gente ci si confronta ogni giorno.
19যুদ্ধের মাঠে কি হচ্ছে তা তারা জানে। এটি তাদের কাছে খুব গোপনীয় জিনিষ ফাঁস নয় যেমনটি একজন পশ্চিমা লোকের ক্ষেত্রে হতে পারে।Tutti hanno informazioni di prima mano, su quanto sta accadendo: ecco perché questa raccolta di informazioni riservate non sembra tale ai commentatori locali, come invece appare ai quelli occidentali.
20এ নিয়ে মাতামাতি তাদের কাছে বোধগম্য নয়।Per gli afgani, tutto questo scalpore non ha alcun senso.