Sentence alignment for gv-ben-20130619-36910.xml (html) - gv-ita-20130618-80966.xml (html)

#benita
1ছবিঃ ব্রাজিলে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে শত শত নাগরিক গ্রেফতারBrasile: proteste contro l'aumento della tariffa del trasporto pubblico
2Venerdì 13 giugno, la quarta manifestazione del Movimento Abbonamento Libero (pt, come tutti i link successivi) è stata soppressa dalla polizia con spray al peperoncino, proiettili di gomma e gas lacrimogeni.
3[সকল লিঙ্কের প্রবন্ধ পর্তুগীজ ভাষায় লিখিত] ১৩ জুন বৃহস্পতিবারে চতুর্থ ফ্রি ফেয়ার মুভমেন্ট (অবাধ ন্যায্য ভাড়া আন্দোলন) নামক আন্দোলন অনুষ্ঠিত হয়, সাও পাওলোর এই আন্দোলনপুলিশের দমনের শিকার হয়, যেখানে পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য মরিচের গুড়া, রবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে।Circa 5000 partecipanti si sono dati appuntamento davanti al Teatro Municipale di San Paolo, per continuare una serie di proteste contro la crescita della tariffa dei trasporti pubblici della città, che è passata da 3,00 R$ a 3,20 R$ (da 1,04 € a 1,12 €).
4সাম্প্রতিক এক সংবাদ অনুসারে এই আন্দোলন চলাকালীন সময়ে অন্তত ২৩৫ জনকে আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে।I dissensi sono iniziati il 6 giugno in risposta all'aumento entrato in vigore il giorno 2 dello stesso mese.
5৩ থেকে [প্রায় ১১২ টাকা] ৩.La situazione ha già avuto risonanza a livello internazionale.
6২০ ব্রাজিলিয়ান লিরা [ প্রায় ১২০ টাকা] বাস ভাড়া বৃদ্ধি করার কারণে লাগাতার চলতে থাকা এই আন্দোলনের এক অংশ হিসেবে প্রায় ৫০০০ নাগরিক পৌর নাট্যকেন্দ্রের সামনে সমাবেত হয়।I manifestanti si sono organizzati tramite la pagina Facebook dedicata all'evento. Le proteste hanno avuto ripercussioni anche nelle grandi città degli altri stati brasiliani che appoggiano la causa.
7বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৬ জুন থেকে এই আন্দোলন চলছে, যা কিনা চারদিন আগে প্রয়োগ করা শুরু হয়েছে।Giornalisti e opinionisti ne discutono sui media nazionali, mentre i cittadini esprimono la loro tramite internet.
8ইতোমধ্যে এই আন্দোলন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। সংগঠিত করার জন্য এই আন্দোলন একটি ফেসবুকের পাতা ব্যবহার করেছে এবং এই আন্দোলন অন্যান্য প্রাদেশের রাজধানী শহরেও ছড়িয়ে পড়েছে, যে সব শহরেও গণ পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ শুরু হয়।I dimostranti hanno subìto violenze fisiche durante gli scontri, e sono stati definiti vandali dal governatore Geraldo Alckmin, pure criticati dal prefetto Fernando Haddad, che al momento si trova a Parigi.
9সাংবাদিক এবং অন্যান্য মতামত প্রদানকারী নেতারা জাতীয় প্রচার মাধ্যমে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করছে, এদিকে নাগরিকরা ইন্টারনেটে তাদের মতামত প্রকাশ করছে।Il Governo e la Prefettura di San Paolo hanno dichiarato che lasceranno invariato l'aumento di prezzo dei biglietti.
10প্রতিবাদকারীরা যারা তাদের বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের নির্মমতার শিকার হয়েছে, তাদের গভর্ণর জেরার্ল্ডো এ্যালকামিন তাদের “বর্বর” বলে অভিহিত করেছেন এবং মেয়র ফার্নান্দো হাদ্দাহ (বর্তমানে যিনি প্যারিসে অবস্থান করছেন) তাদের সমালোচনা করেছে।
11এ সব সত্ত্বেও রাজ্য এবং পৌর প্রশাসন নিশ্চিত করেছে যে তারা বর্ধিত মূল্য বজায় রাখবে।Stando alle ultime informazioni almeno 235 persone sono state arrestate in questi giorni.
12নীচের এই ভিডিও প্রদর্শন করছে যে সংবাদ কর্মীদের উপর পুলিশ হামলা চালাচ্ছে সাও পাওলোLa stampa è stata aggredita, come si può vedere nel video sottostante.
13শহরের রাস্তার দৃশ্য পর্যবেক্ষনের জন্য রাখা নিরাপত্তা ক্যামেরার ফুটেজের মাধ্যমে অন্যান্য বিক্ষোভের সাথে কনসোলাকাও সড়কের বিক্ষোভের দৃশ্য দেখা যাবে, আর সম্ভবত তাতে কনসোলাকাও সড়কের বিক্ষোভের দৃশ্য সরাসরি অবলোকন করা যাবে।
14ও কে নাও সাই না টিভি (তারা টিভিতে যে দৃশ্য দেখায়নি) নামক ওয়েবসাইট এই বিক্ষোভের ঘটনাবলীকে অনুসরণ করছিল এবং রিয়েল টাইমে পোস্ট করছিল।I quotidiano Folha de São Paulo ha dichiarato che 7 giornalisti sono rimasti feriti.
15বিক্ষোভকারীরা একটি পোস্টার হাতে ধরে ছিল, যেখানে লেখা ছিল, যারা তাদের কাক্ষিত লক্ষ্যের জন্য লড়াই করে না… তাহলে তাদের ঘটনাক্রমে যা অনিবার্য তা মেনে নেওয়া উচিত।A SAN PAOLO Tramite le videocamere che monitorano la città è possibile vedere la manifestazione in ia della Consolação.
16ছবি ভিনসিয়াস ভিক্টোরিনো/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার.Il sito intenet O que não sai na tv aggiorna continuamente la situazione.
17কম-এর। এই বিক্ষোভে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে এসেছে।“Chi non lotta per ciò che vuole, accetta ciò che viene!
18ছবি ভিনসিয়াস ভিক্টোরিনো/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার.Alckmin guardaci” Foto di Vinicius Victorino/ oquenaosainatv.tumblr.com
19কম-এর। অন্যান্য এলাকার সাথে পাওলিস্তা এভিনিউতেও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।Foto: Vinicius Victorino/ oquenaosainatv.tumblr.com
20ছবি পেটারলিন/এইচটিটিপিঃ/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার.Gas lacrimogeni su Avenida Paulista Foto: Lais Peterlin/http:/oquenaosainatv.tumblr.com
21কম-এর। রিও ডে জেনেইরোA RIO DE JANEIRO
22রিও ডি জেনেইরোর রাষ্ট্রীয় ভবনের আশে পাশের এলাকা বিক্ষোভকারীরা দখল করে নেয়।Manifestanti invadono l'area antistante il Parlamento dello Stato di Rio de Janeiro.
23ছবি প্রেদ্রো রাজাও-এর/ তার ফেসবুকের পাতা থেকে নেওয়া।Foto Pedro Rajão/Facebook.
24মরিচ বনাম ভিনেগারPEPERONCINO VS ACETO
25ব্রাজিলিয়ান নেট নাগরিকরা হ্যাশট্যাগ#পিমেয়ান্তাভাসভিনাগ্রে (মরিচ বনাম ভিনেগার) মাধ্যমে টুইটারে বিক্ষোভ প্রদর্শন করছে। উক্ত হ্যাশট্যাগের শব্দসমূহ বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্বিচারে মরিচের গুঁড়া ছিটানো এবং এর প্রভাবে কয়েকজন বিক্ষোভকারীর ভিনেগারে ভেজানো জামা বা ব্যান্ডানা ওরফে রূমাল ব্যবহারের ঘটনাকে তুলে ধরছে।Con l'hashtag #pimentavsvinagre i brasiliani stanno protestando su twitter contro l'abuso indiscriminato di spray al peperoncino da parte della polizia e l'utilizzo di bandane bagnate con l'aceto, usate dai manifestanti, per ridurre gli effetti delle irritazioni.
26আরেকটি আলোচিত হ্যাশট্যাগ হচ্ছে #কনসোলাকাও, যে রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।Un altro hashtag è #Consolação.
27সাও পাওলোর বাসিন্দা গাব্রিয়েলা রেইমবার্গ (@গাবিরেইমবার্গ) টুইট করেছে:Gabriela Reimberg (@gabyreimberg), residente a San Paolo scrive su twitter:
28@গাবিরেইমবার্গ:মরিচ বনাম ভিনেগারের লড়াই-এ, ব্রাজিল, নিজেকে দেখিয়ে দাও#পেপারভাসভিনেগ্রা@gabyreimberg: Brasile mostra la tua faccia #peperoncinovsaceto
29বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি লুইস সালসিচা (@লুইসসালসিচা) বলেছেন:Il pubblicitario Luis Salsicha (@LuisSalsicha) ha commentato:
30@গাবিরেইমবার্গ:আশা করি যে এই সমস্ত বিক্ষোভ এখানেই শেষ হবে না…এখন সময় এসেছে (বিশ্বকে) দেখানোর যে (আসলে) দেশটি কার! পিপারভাসভিনেগার@LuisSalsicha: che questi manifestanti non si fermino qui… è arrivato il momento di far vedere a chi appartiene questo Paese!
31ব্লগার রাফায়েল তাকানো (@তেলেফোনে) মন্তব্য করেছে:e aggiunge il blogger Rafael Takano (@telefone):
32@তেলেফোনে:ফোটোগ্রাফার এবং কনসোলাকাও ও মারিয়া আন্তোনিয়া সড়ক সংযোগস্থলে অবস্থিত পেট্রল পাম্প লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে আর এখন আরো ছোড়া হচ্ছে…http://fb.me/2SpxemWOX@telefone: Gas lacrimogeni lanciati contro fotografi e contro le stazioni di benzina all'incrocio tra via Consolação e Maria Antônia.
33অবাধ ন্যায্য ভাড়া আন্দোলনের ফেসবুকের পাতায় অনলাইন বিক্ষোভের অংশ হিসেবে ব্রাজিলিয়ানরা পাসে লিভ্রে এসপি (সাও পাওলোতে বিনে ভাড়ায় যাতায়াত) বিষয়ক মন্তব্য পোস্ট করছে।Altro ancora su: http://fb.me/2SpxemWOX Nella pagina Facebook Passe Livre, si continuan a postare commenti sulla pagina Passe Livre SP.
34এই সামাজিক আন্দোলনের পোস্টসমূহের প্রতিটি পোস্টে গড়ে প্রায় ১০০০টির মত প্রতিউত্তর এসেছে, যেমন সোমবার, ১৭ জুন তারিখে পঞ্চম বিক্ষোভ প্রদর্শনের এই আহ্বান সম্বলিত পোস্টে, এমনটাই ঘটেছে।I post del movimento hanno ricevuto circa 1000 commenti di risposta, incluso l'annuncio di una quinta manifestazione che si è tenuta lunedì 17.
35লুইস হেনরিকে এই পোস্ট লেখায় সহযোগিতা করেছে, আর বানান সংশোধন করেছে মেলিসা মানSi ringrazia Luis Henrique per la collaborazione.