Sentence alignment for gv-ben-20120822-28496.xml (html) - gv-ita-20120710-62741.xml (html)

#benita
1প্যালেস্টাইন: আরাফাতের মৃত্যু উদঘাটনের প্রশ্ন নিয়ে তথ্যচিত্রPalestina: controversie per un documentario sulla morte di Arafat
2২০১২ সালের ৩রা জুলাই খবরের চ্যানেল আল জাজিরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু উদঘাটন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছে।Il 3 luglio scorso il canale di informazione Al Jazeera ha diffuso un documentario-inchiesta [en] sulla misteriosa morte del Presidente palestinese Yasser Arafat [it], avvenuta a Parigi l'11 novembre 2004.
3২০০৪ সালের ১১ই নভেম্বর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন এবং ঐ তথ্যচিত্রে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে নয়, আরাফাত পোলনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।Il documentario sostiene che piuttosto che morire per cause naturali, Arafat è stato avvelenato con il polonio [en].
4এই তথ্যচিত্র প্রকাশের আগে ও পরে, অনেক ফিলিস্তিনি টুইটার ব্যবহারকারী এ সম্পর্কিত প্রমাণ নিয়ে তাদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়া জানিয়েছেন।Sia durante che dopo la messa in onda del documentario, molti utenti Twitter hanno espresso le riflessioni e reazioni alle prove presentate.
5অধিকাংশই আরাফাতকে বিষ প্রয়োগ করার অভিযোগে বিস্মিত হন নি, অনেকেই কিছু একটাকে নির্দেশ করেছেন।La maggioranza non si stupisce che Arafat sia stato avvelenato, cosa sostenuta da tempo da diverse fonti.
6যাহোক, অভিযোগের নতুন ব্যাখ্যা হল পোলনিয়াম ব্যবহার।La notizia del ricorso polonio costituisce invece un nuovo dettaglio.
7২০০১ সালের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে ইয়াসির আরাফাত।Yasser Arafat al World Economic Forum a Davos, Gennaio 2001. Foto di Remy Steinegger (CC BY-SA 2.0).
8ছবি রেমি স্টেইনেগারের সৌজন্যে (CC BY-SA 2.0).Su Twitter, This is Gaza scrive [ar]:
9নয় মাস তদন্ত করে প্রেসিডেন্ট আরাফাতের [মৃত] দেহে বিষাক্ত পোলনিয়ামের অস্তিত্ব পেয়ে আল জাজিরা আরাফাতের মৃত্যু নতুন করে উদঘাটন করেছে।Al Jazeera rivela nuovi fatti sulla morte di Arafat, dopo che un'indagine durata nove mesi ha trovato alti livelli dell'elemento tossico polonio nei suoi effetti personali.
10এবং আমি বলেছিঃOla Anan commenta [ar]:
11সবাই ভাবছে আল জাজিরার তথ্যচিত্রে নতুন কি তথ্য দেয়া হয়েছে, যখন পুরো জাতি জানল যে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগ করা হয়েছিল।Adesso ognuno si sta chiedendo quale nuova informazione sia stata data nel documentario di Al Jazeera, visto che l'intera nazione sapeva che era stato avvelenato.
12নতুন প্রমাণটি কি, যা আগে কেবল গুজব ছিল।La novità è che sono state fornite delle prove per ciò che prima erano solo voci.
13অনেক ফিলিস্তিনিরই প্রশ্ন তথ্যচিত্রটি এখন কেন প্রচারিত হচ্ছে, এবং এর ব্যাখ্যা হিসেবে ষড়যন্ত্রকে বোঝানো হচ্ছে।Molti Palestinesi si schiedono perché il documentario sia stato trasmesso adesso, e perché ricorra a teorie complottiste come spiegazione.
14টুইটার ব্যবহারকারী মজিদ বলেনঃMajd risponde così [ar]:
15ইয়াসির আরাফাতকে হত্যার জন্য আট বছর ধরে যারা ষড়যন্ত্র করেছিল সত্য অনুসন্ধানকারীদের উদ্দেশ্যে তাদের “সন্দেহপ্রবণতা” বিরক্তিকর।È irritante che coloro che per otto anni hanno cospirato per nascondere la verità sull'assassinio di Yasser Arafat, poi dicano, nel momento in cui qualcuno si fa avanti a rivelare la verità, “È sospettoso che lo si dica solo ora!”
16ইয়াসির আরাফাতের সমাধি।Mausoleo di Yasser Arafat.
17ছবি মেরি-ক্যাথরিন রিমের সৌজন্যে (CC BY-NC 2.0).Foto di Mary-Katherine Ream (CC BY-NC 2.0).
18নূর আবেদ আল জাজিরা ও এর মাধ্যম সম্পর্কে তার বিরূপ মনোভাব লুকাননি, কিন্তু তিনি তথ্যচিত্রটির জন্য প্রশংসা করেছেনঃNour Abed non nasconde la sua opinione negativa su Al Jazeera e sui media in generale, ma elogia l'emittente per questo documentario [ar]:
19আমরা সবাই জানি যে অন্য যে কোন চ্যানেলের মত আল জাজিরারও এক এজেন্ডা আছে, যার প্রত্যেক কর্মকান্ডের পেছনে কোন না কোন কারণ ও লক্ষ্য রয়েছে, কিন্তু আরাফাতের মৃত্যু নিয়ে সেটি যা প্রকাশ করেছে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না।Sappiamo tutti che Al Jazeera come ogni altro canale ha una sua politica, con proprie ragione e propri obiettivi dietro ogni nuova azione, ma non si può negare che ha rivelato nuove informazioni sulla morte di Arafat.
20ডায়না আলজির আরো উত্তরের অপেক্ষায় রয়েছেনঃDiana Alzeer sta ancora aspettando altre risposte:
21@মানারারাম: আমি পরবর্তী যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি তা হল “কে আরাফাতকে হত্যা করেছে?”@ManaraRam [en]: La prossima domanda per cui voglio una risposta è “Chi ha ucciso Arafat?”
22ইসমায়েল মোহাসেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ করে টুইট বার্তা করেছেনঃIsmaeil Mohaisen non teme di accusare all'Autorità Palestinese [ar]:
23আমরা এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্যের অপেক্ষায় রয়েছি।Stiamo ancora aspettando un commento da parte dell'Autorità Palestinese.
24বিশেষ করে তথ্যচিত্রটি নির্দিষ্ট কয়েকজনের জড়িত থাকার কথা নির্দেশ করেছে।Soprattutto perché il documentario implica il coinvolgimento di certe persone.
25তাতে কোন সন্দেহ নেই!Non c'è alcun dubbio su questo!
26একই সুরে, রামি খারিস টুইটবার্তায় বলেছেনঃDello stesso spirito il commento di Rami Kharais [ar]:
27ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল - স্বামীর বিষক্রিয়ার উপর সুহা আরাফাতের তদন্তের অনুরোধের পরে - প্রতিবেদন পাওয়া যায় যে তার মৃত্যুর পর কোন [সরকারি] তদন্ত হয় নি।Il più grande colpo inferto all'Autorità Palestinese - oltre la richiesta di Suha Arafat di un esame dei resti del marito in cerca di veleno - è l'aver sottolineato che non è stata condotta alcuna inchiesta ufficiale dopo la sua morte.
28ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাতের তার মৃত স্বামীর দেহ উত্তোলন করে তদন্তের অনুরোধ দ্বারা তথ্যচিত্রটি শেষ হয়।Il documentario si conclude con la richiesta all'Autorità Palestinese della vedova di Yesser Arafat Suha di far riesumare il corpo del marito così da portare avanti le indagini.
29প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরাফাতের দেহবশেষ কেন উত্তোলন করা হবে না তার কোন “কারণ দেখে নি”।Il Presidente Mahmoud Abbas ha rilasciato una dichiarazione in cui si legge che l'Autorità Palestinese “non vede alcuna ragione” [en] per cui il corpo vada riesumato.
30পরবর্তীতে কি হবে তা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি।Aspettiamo di vedere cosa accadrà.