# | ben | ita |
---|
1 | “নাস্তিকতা এবং লম্বা চুল রাখার জন্য” প্যালেস্টাইনের কবিকে জেলে পুরলো সৌদি আরব! | |
2 | ফাদেয়ের সমর্থনে সৌদি শিল্পী আহমেদ মাটার এই ছবিটি টুইটারে শেয়ার দিয়েছেন। | |
3 | প্যালেস্টাইনের কবি আশরাফ ফায়েদকে আবার আটক করা হয়েছে। | Arabia Saudita: poeta palestinese incarcerato per “ateismo e capelli lunghi” |
4 | নাস্তিকতা ছড়ানো এবং লম্বা চুল রাখার জন্য সৌদি কর্তৃপক্ষ তাকে জেলে পুরেছে। | L'artista saudita Ahmed Mater ha condiviso questa foto su Twitter in sostegno di Fayadh |
5 | আশরাফ ফায়েদ জন্মসূত্রে প্যালেস্টাইনি হলেও বেড়ে উঠেছেন সৌদি আরবেই। | Il poeta palestinese Ashraf Fayadh è incarcerato in una prigione saudita, apparentemente con l'accusa di diffondere l'ateismo - e di avere i capelli lunghi. |
6 | মাত্র পাঁচ মাস আগে একজন পাঠক তার কবিতায় নাস্তিক্যবাদের অনুষঙ্গ রয়েছে এমন অভিযোগ এনেছিলেন। তবে আদালতে তার বিরুদ্ধে নাস্তিকতা ছড়ানোর অভিযোগ প্রমাণ করা যায়নি। | Il poeta, cresciuto in Arabia Saudita, era stato arrestato 5 mesi fa, quando un lettore aveva sporto denuncia contro di lui sostenendo che le sue poesie contengono idee atee. |
7 | সে সময়ে তাকে মুক্তি দেয়া হয়। ২০১৪ সালের জানুয়ারির ১ তারিখে তাকে আবার আটক করা হয়। | Le accuse non erano state provate e Fayadh era stato rilasciato per essere nuovamente arrestato [ar] il 1 gennaio 2014. |
8 | তাকে আটকের খবর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়লে আরব বিশ্বের লেখকরা তার প্রতি সহানুভূতি জানান। | Il caso di Fayadh sta facendo il giro dei media e dei social network, con accuse provenienti da scrittori arabi di tutta la regione. |
9 | তার কয়েকজন বন্ধু অনলাইনে লিখেন, তার আটকের পেছনে আসল কারণ হচ্ছে পাঁচ মাস আগে তিনি আভার পুলিশ কর্তৃক প্রকাশ্যে এক যুবককে চাবুক মারার দৃশ্য ভিডিও করেছিলেন। | |
10 | কবি বর্তমানে জেলে রয়েছেন। তার প্রতি আরব বিশ্বের লেখকদের সহানুভূতির বার্তা, সমর্থন এবং মামলার বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়াগুলো তুলে ধরা হলো এখানে। | Alcuni suoi amici hanno scritto online che la vera ragione dietro il suo arresto potrebbe essere dovuta al video girato da lui cinque mesi fa, della polizia religiosa di Abha mentre frusta un giovane in pubblico. |
11 | @reem_tayeb: আশরাফ ফায়েদকে ঈশ্বরে অবিশ্বাস এবং লম্বা চুল রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে। | Al momento il poeta è ancora in carcere senza nessuna prova a sostegno delle accuse e nessun dettaglio riguardo al processo. |
12 | এইসব হাস্যকর অভিযোগ বন্ধ হলে আমরা মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবো। | Le reazioni seguenti delucidano il caso ed esprimono condanne da parte di scrittori, artisti e altri sauditi che esprimono solidarietà. |
13 | @MohammdaLahamdl: আশরাফ ফায়েদের আটক আমাদের এটাই জানান দেয়, অন্ধকার যুগে ইউরোপ যেসবের মুখোমুখি হয়েছিল, আমরা সেদিকেই যাচ্ছি। | @reem_tayeb: Ashraf Fayadh è accusato di “molestare la morale religiosa e lasciare che i suoi capelli diventino lunghi..” quando queste accuse tristemente comiche finiranno potremo iniziare a parlare di diritti umani e libertà. |
14 | @WhiteTulip01: আপনার কি ধারনা, আপনার বিশ্বাস সত্যি হলে ঈশ্বর নাকাল করতে পারেন! | @MohammdaLahamdl: L'arresto di Ashraf Fayadh è l'annuncio che abbiamo raggiunto ciò che l'Europa ha affrontato nel Medioevo. |
15 | @MusabUK: নাস্তিকতার জন্য আশরাফ ফায়েদকে জেলে পোরা হয়েছে। | @WhiteTulip01: Credi che la tua fede sia vera quando pensi che Dio possa essere molestato?! |
16 | নাস্তিকতার বিরুদ্ধে কি অভিযোগ আনা যায়? | @MusabUK: Ashraf Fayadh è detenuto per ateismo. |
17 | বিশ্বাস কি কারো ওপর জোর করে চাপানো যায়? | L'ateismo è un'accusa? |
18 | যদি আমরা ধরে নিই যে অভিযোগটি সত্যি! | La fede può essere forzata? |
19 | @b_khlil: ঘটনা হলো আশরাফ ফায়েদ অপরাধী এবং খুনিদের সাথে জেলে রাখা হয়েছে। | E tutto ciò ammettendo che l'accusa sia vera. |
20 | কারণ সে একজন কবি। একজন মানুষ এবং শাসন ক্ষমতার অধীন হিসেবে ন্যায়বিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে। | @b_khlil: Il fatto che Ashraf Fayadh sia detenuto con criminali e omicidi solo perchè è un poeta ci dice che per noi la giustizia è un privilegio, sia come popolo che come regime. |
21 | @turkiaz: কবি এবং শিল্পী আশরাফ ফায়েদের বিরুদ্ধে ১৫টি অভিয়োগ আনা হয়েছে। এরমধ্যে নাস্তিকতা এবং লম্বা চুলের বিষয়টিও রয়েছে। | @turkiaz: Il poeta e artista Ashraf Fayadh è imprigionato con 15 accuse, incluso l'ateismo e i capelli lunghi. |
22 | কিন্তু কেন? | Perché? |
23 | কারণ, সৌদি পুলিশ যখন প্রকাশ্যে এক যুবককে চাবুক পেটা করছিলো, তিনি সেটার ভিডিও করেছিলেন। | Perché ha filmato la polizia religiosa mentre frustava un giovane in pubblico. |
24 | @AhmedMater: আমাদের মিডিয়ার প্রতি: আর কতো অপেক্ষা করবেন? | @AhmedMater: Ai nostri media: dovremmo aspettare? |
25 | কিছু পেশাদারিত্ব দেখান। | Ci vorrebbe un po' di professionalità. |
26 | আশরাফ ফায়েদের বিষয়টি অতি শিগগিরই আন্তর্জাতিক মিডিয়ার প্রথম পৃষ্ঠায় স্থান পাবে। | Il caso di Ashraf Fayadh sarà presto sulle prime pagine dei mezzi d'informazione internazionali. |
27 | @mohkheder: আশরাফ ফায়েদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা যখন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবেন না, তখন তিনি তাকে জিজ্ঞেস করবেন, সে সিগারেট খায় কেন। | @mohkheder: Quando l'interrogatore non poté provare alcuna accusa contro Ashraf Fayadh, iniziò a chiedergli perchè fuma e perchè i suoi capelli sono lunghi. |
28 | কেন চুল এতো লম্বা রেখেছে! | |