# | ben | ita |
---|
1 | বিশ্বব্যাপী আলো বন্ধ রাখা একটা সুরক্ষিত পৃথিবীর জন্য | Il dopo ‘Earth Hour': luci spente per un'ora in molte città |
2 | ব্রাজিলের সব থেকে নাম করা সীমানা নির্দেশক কোরকোভাদো পাহাড়ে ‘দ্যা ক্রাইস্ট দ্যা রিডিমার' মূর্তি, তাদের বাতি নিভিয়ে দেয় গত শনিবারে। সে সময় রিও ডি জেনেইরো শহর স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার ছিল। | Sabato 28 marzo il monumento più famoso del Brasile, la statua del Cristo Redentore sulla cima della montagna del Corcovado, illuminava una Rio de Janeiro più buia del solito. |
3 | কারন আর্থ আওয়ার উদযাপনের জন্যে ১০০টি ব্রাজিলের শহর তাদের বিজলি বাতি নিভিয়ে দেয় রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। | Circa altre 100 città brasiliane hanno spento le luci dalle 20:30 alle 21:30 durante l'operazione Earth Hour [in]. |
4 | এই প্রথম বার এই দেশ অংশগ্রহন করেছে এমন অনুষ্ঠানে যা আরো বেশী সুরক্ষিত পৃথিবীর জন্য সমর্থন দেখিয়েছে। | È stata la prima volta che il Paese ha partecipato al movimento globale per manifestare sostegno a un mondo più sostenibile. |
5 | ছবি আমেরিকো ভের্মে/ডাব্লুডাব্লুএস ব্রাজিল এর সৌজন্যে | Foto di Americo Verme/WWS Brasile |
6 | ব্রুনাই আর অন্য অনেক দেশের মতো ব্রাজিল আর্থ আওয়ার (পৃথিবী ঘন্টা) দিবসে প্রথমবারের মতো যোগদান করেছে। | Proprio come il Brunei [in] e molti altri Paesi, il Brasile ha preso parte per la prima volta all'operazione Earth Hour. |
7 | এ নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে - আশাবাদি সমর্থক থেকে সমালোচনামূলক আর নৈরাশ্যবাদীও কেউ কেউ ছিল। | La blogosfera ha raccolto le reazioni più disparate, dai post ottimistici e d'incoraggiamento, a quelli più critici e talvolta cinici. |
8 | পাপো দে হোমেম ব্লগ এর গুলহারমে নাসিমেন্তো ভালাদারেস টুইটারে প্রতিক্রিয়া দেখতে কিছু সময় ব্যায় করেছেন আর শনিবার ২৯ তারিখ ৮:৪৫ মিনিট থেকে রবিবার ৩০ তারিখ ভোর ৬টার মধ্যে ৮০০০ এর উপরে সংশ্লিষ্ট ট্যাগের উপর পোস্ট পড়েছে তাই গুনেছেন। | Sul blog Papo de Homem [pt], Guilherme Nascimento Valadares ha descritto le reazioni da lui monitorate su Twitter, contando oltre 8.000 messaggi con i tag correlati, tra le 20:45 di sabato 28 e le 6:00 di domenica 29. |
9 | তিনি উপসংহারে বলেছেন: | Il blogger conclude: |
10 | একটা অদ্ভুত বাস্তবতা: সব থেকে বেশী সমালোচনা এসেছে যারা সব থেকে বেশী সংশ্লিষ্ট, উৎসাহিত, উজ্জ্বল নবীন এমন লোকদের কাছ থেকে। | Un fatto peculiare: la maggior parte delle critiche è arrivata proprio dai più connessi, dai giovani e trendy. |
11 | দয়া করে বলবেন যে আমার যদি ভুল হয়ে থাকে, কিন্তু আমার এমন ধারণা হয়েছে যে এটাই এখনের ব্রাজিলের সক্রিয় তরুনদের চিত্র। আমি তাদের কথা বলছি যারা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়েছে, এরই মধ্যে আয় শুরু করেছে- যারা প্রচন্ড গাধা জাতীয়, সন্দেহপ্রবন, অলস, নিরাপত্তাহীনতায় ভোগে, আরামপ্রিয় ভেড়া জাতীয় মানুষ। | Forse sbaglio, ma ho l'impressione che questo sia il ritratto della gioventù brasiliana attiva di oggi - sto parlando di quei ragazzi che hanno finito l'università, hanno fatto soldi - e sono diventati dei grandi stronzi, scettici, edonistici, pigri, insicuri e pecoroni. |
12 | যারা বাতি বন্ধ করেছিল তাদের মধ্যে অনেক ফ্লিকার ব্যবহারকারী সময় কাটাতে ছবি তুলেছিল। | Tra quelli che hanno spento le luci, numerosi sono gli utenti di Flickr che hanno scattato delle foto per trascorrere il tempo. |
13 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অওতায় নীচের কিছু বাছাই করা ছবি দেয়া হচ্ছে ব্রাজিল, ভারত, মালায়শিয়া, আস্ট্রেলিয়া, সিঙ্গাপুর আর চিলি থেকে: | Di seguito potete trovare una rassegna di foto caricate con licenza Creative Commons da Brasile, India, Malaysia, Australia, Singapore e Cile: |
14 | ছবি ব্রাজিলের আলেকজান্ডার ই সিলভার সৌজন্যে | Foto di Alexandre E Silva's - Brasile |
15 | “আর্থ আওয়ারের লাইভ স্ট্রিমিং ইউস্ট্রিম দিয়ে।“ | “L'Ora della Terra in streaming su Ustream” |
16 | বাঙ্গালোর ভারতে আর্থ আওয়ার,- ছবি আর্থ আওয়ার গ্লোবালের। | Earth Hour a Bangalore, India - Foto di Earth Hour Global. |
17 | বাঙ্গালোর থেকে একজন ভারতীয় ব্লগার আমদেরকে মনে করিয়ে দিয়েছেন যে দেশ প্রতিদিন ভয়ঙ্কর বিদ্যুত ঘাটতির মুখোমুখি হচ্ছে, সে দেশে আর্থ আওয়ার পালন করা বোকামির কাজ হয়েছে। | Per un blogger locale che ci ricorda come il Paese debba affrontare ogni giorno una scarsità cronica di energia elettrica, osservare Earth Hour è stata una pura follia. |
18 | ভিউ অফ মাই ওয়ালর্ড বলেছে: | View of My World [in] spiega: |
19 | বাঙ্গালোর আর ভারতের অনেক অংশে, পৃথিবী ঘন্টা/ পৃথিবী দিন/ পৃথিবী রাত পালন করছে অনেক বছর ধরে। | Bangalore e gran parte dell'India osservano già da qualche anno l'ora della terra / il giorno della terra / la notte della terra. |
20 | আজ সকালেও আমার বাড়িতে সকাল ৯-১১ টা পর্যন্ত বাত্তি ছিলনা। ছবি ব্রাজিলের ডানি পন্তেসের সৌজন্যে | Anche stamattina non c'era corrente a casa mia tra le 9 e le 11. |
21 | “আমরা অংশগ্রহণ করেছি! | “Noi abbiamo partecipato! |
22 | আর এই সুযোগ গ্রহন করেছি মোমের আলোয় চুমো দেয়া আর আদর করার জন্য।“ | E abbiamo approfittato dell'occasione per coccolarci a lume di candela”. |
23 | ছবি ব্রাজিলের লুসিয়ারো জোয়াকিমের সৌজন্যে | Foto di Luciano Joaquim, Brasile |
24 | ছবি মালয়েশিয়ার সিডাব্লুর সৌজন্যে | Date una possibilità alla terra… foto di CW Ye- Malaysia |
25 | ছবি চিলির ম্যাক্স ই মিলিয়ানোর সৌজন্যে | Foto di Max e Miliano, Cile |
26 | ছবি অস্ট্রেলিয়ার মন্দেইনের সৌজন্যে | Foto di Mondayne. Sydney, Australia. |
27 | সিডনিতে আর্থ আওয়ার হতাশাজনক আর কোন মানে ছাড়া ছিল। | L'Ora della Terra è stata sia deludente che priva di senso a Sydney. |
28 | তারা আসলে অপেরা হাউস বা ব্রীজে বাতি নেভায় না… মাত্র কয়েকটা বাতি বন্ধ করা হয়। | Non hanno neppure spento le luci sull'Opera House o sul Ponte… giusto un paio di luci. |
29 | আমি চিন্তা করতে পারিনা যে তারা আসলেই অনেক বিদ্যুত বাঁচিয়েছে। | Non posso credere che siano riusciti a risparmiare così tanta elettricità. |
30 | ছবি অস্ট্রেলিয়ার সিয়েনকুর সৌজন্যে | Un autoritratto di Hsien-Ku, Australia. |
31 | ছবি সিঙ্গাপুরের নাথান হায়াগের সৌজন্যে | Foto di Nathan Hayag, Singapore |