# | ben | ita |
---|
1 | দক্ষিণ এশিয়া: ২০০৯ সালের ঘটনাবলি ফিরে দেখা | Asia meridionale: retrospettiva del 2009 (prima parte) |
2 | ২০০৯ সাল বিদায় নিয়েছে এবং এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন ঘটনাবলিকে ফিরে দেখার সময় এসেছে। | Ora che il 2009 se n'è andato, andiamo a vedere cos'ha portato nella regione Sud-asiatica. |
3 | দুই খণ্ডের এই পর্যালোচনায় আমরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে সমস্ত প্রধান ঘটনা ঘটেছিল সেই সবকিছু বিষয়ের উপর আবার নজর দেব। | In questa panoramica (divisa in due parti) rivedremo alcuni dei maggiori eventi avvenuti quest'anno in vari Paesi dell'Asia meridionale tramite le testimonianze dei cittadini-reporter. |
4 | এইসব সংবাদ অত্র অঞ্চলের নাগরিক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। | Un ringraziamento speciale va agli autori di Global Voices di quest'area per il lavoro svolto nel corso dell'anno. |
5 | এর জন্য গ্লোবাল ভয়েসেস-এর দক্ষিণ এশিয়া বিষয়ক লেখকদের অন্তর্দৃষ্টি এবং তাদের সারা বছরের কঠোর পরিশ্রমকে ধন্যবাদ। | Il 2009 è stato alquanto duro per l'Asia meridionale, perchè la recessione globale ha colpito anche i residenti locali. |
6 | এই বছরটি দক্ষিণ এশিয়া অঞ্চলের লোকদের জন্য ছিল কঠিন এক বছর, কারণ বিশ্ব অর্থনৈতিক মন্দায় এই অঞ্চলের লোকেরাও আক্রান্ত হয়েছিল। | Questa popolosa regione conta molti lavoratori migranti verso il Medio oriente e di altri Paesi del mondo. |
7 | জনসংখ্যাবহুল এই অঞ্চলের আয়ের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্য অঞ্চলে গিয়ে কাজ করা অভিবাসী শ্রমিকদের মাধ্যমে। | Parecchi di questi lavoratori migranti sono tornati nelle proprie terre [in] per via di licenziamenti e minori opportunità. |
8 | এ বছর আমরা দেখতে পেয়েছি যে অনেক অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছে কারণ তারা হয় তাদের চাকুরি হারিয়েছে, নতুবা দেখতে পেয়েছে সে সব দেশে আর কাজের সুযোগ নেই। | |
9 | বিদ্যুৎ ছিল এই সমস্ত অঞ্চলের অনেক দেশের প্রধান সমস্যা, যার ফলে অনেক দেশেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল এবং এই সমস্ত দেশ প্রায়শ অন্ধকারে ডুবে থেকেছে। | |
10 | যদিও বাংলা ব্লগের ইতিহাস তুলনামূলক ভাবে সংক্ষিপ্ত, তবে এই ভাষার ব্লগাররা এক মাইলফলক অর্জন করেছে। | E l'ambito energetico ha prodotto grande preoccupazione perchè svariati Paesi devono far fronte a scarsità di corrente e continui blackout [in]. |
11 | এ বছর বাংলাভাষী ব্লগারদের লেখা ৫০ টি বই প্রকাশিত হয়েছে একুশে বইমেলাকে উদ্দেশ্য করে। | Nonostante l'esistenza di blog in lingua Bangla sia relativamente recente, i blogger sono già divenuti una pietra miliare. |
12 | আমরা প্রকাশ করেছি আরেকটি কৌতুহলজনক পোস্ট যাতে বিদেশী ব্লগারদের চোখে বাংলাদেশকে দেখা হয়েছে। | Quest'anno circa 50 libri sono stati pubblicati da blogger [in] nel corso dellaFiera del libro di Ekushey [in] a febbraio. |
13 | ২৫ ফেব্রুয়ারির সকালবেলা সংবাদ পাওয়া যায় যে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনী) -এর সদর দপ্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। | |
14 | গুজব এবং প্রচার মাধ্যমের মনোযোগের মাঝখানে সিটিজেন সাংবাদিকরা এই ঘটনার তাজা সংবাদ সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে এবং তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে। | |
15 | সাতমসজিদ সড়ক, ৭/এ-এর সামনে এ্যাক এ্যাক কামান বসানো হয়েছে। ছবি দৃষ্টিপাতের সৌজন্যে এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | Va inoltre segnalato quest'interessante post in cui si guarda al Bangladesh attraverso gli occhi di alcuni blogger espatriati [in]. |
16 | এই বিদ্রোহ বেদনাদায়ক ভাবে শেষ হয়। বিদ্রোহ শেষে জানা যায়, এই ঘটনায় ১৪৮ জনের মত ব্যক্তি মারা গেছে বা নিখোঁজ রয়েছে, এদের মধ্যে অনেক সামরিক কর্মকর্তা ছিল। | La mattina del 25 febbraio è giunta la notizia dell'ammutinamento in corso all'interno della sede principale dei Bangladesh Rifles (BDR - forze paramilitari di sicurezza al confine). |
17 | এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করে, যার উত্তর পাওয়া যায়নি। মার্চ মাসে ইউটিউব এবং ফাইল শেয়ারিং সাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়। | Tra le voci infondate e l'attenzione dei grandi media, i cittadini-reporter ne hanno rilanciato gli sviluppi [in] e fornito prospettive importanti. |
18 | এর উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে উত্তেজিত সামরিক কর্মকর্তাদের কথোপকথনের যে অডিও বা শ্রবণযোগ্য অংশ বাজারে ছড়িয়ে পড়ে যেন তা ছড়িয়ে না পরে। | L'ammutinamento [in] si è poi concluso tragicamente, con 148 tra morti e scomparsi, tra cui diversi ufficiali militari, lasciando molte domande senza risposta [it]. |
19 | বিদ্রোহের পর প্রধানমন্ত্রী যখন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান তখন তারা বিডিআর বিদ্রোহে গণহারে সামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হবার ঘটনায় প্রতিবাদ জানায়। বাংলাদেশ ও ভারতের নেটিজেনরা প্রস্তাবিত টিপাইমুখী বাঁধ নির্মাণের ফলে প্রকৃতিতে যে বিরুপ প্রভাব সৃষ্টি হবে সেটি বিশ্লেষণ করেছে। | A marzo i siti di YouTube e altri di file-sharing sono stati brevemente oscurati in Bangladesh [in] nel tentativo di bloccare una registrazione contenente l'audio di un incontro tra il Primo Ministro e gli ufficiali militari risentiti che protestavano per il massacro dei militari durante l'ammutinamento delle BDR. |
20 | (বাংলাদেশের সীমান্ত এলাকার কাছেই অবস্থিত) ভারতের টিপাইমুখী বাঁধ নির্মাণ স্থানীয় জনগোষ্ঠীর জন্য এক বিপর্যয় বয়ে আনবে। | Netizen di India e Bangladesh si sono assunti il compito di analizzare l'impatto negativo sull'ambiente [it] del progetto Tipaimukh Hydroelectric proposto in India (al confine con il Bangladesh) e i gravi problemi provocherà ai locali. |
21 | বাঁধ নির্মাণের প্রতিবাদে অনলাইনে এক প্রচারণা চালু করা হয়েছিল। | Sono state lanciate delle campagne online per protestare contro la costruzione della diga. |
22 | ব্লগাররা টিপাইমুখী বাঁধ নির্মাণ নিয়ে দু'টি দেশের মধ্যে আলোচনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং এর গোপন আলোচ্যসূচী নিয়ে নিজেরা আলোচনা করেছে। | I blogger hanno messo in dubbio la trasparenza del processo dei negoziati [in] tra i due governi riguardo Tipaimukh e ne hanno discusso i piani nascosti. |
23 | নভেম্বরে বাংলাদেশের চীনা দুতাবাস ঢাকার স্থানীয় কর্তৃপক্ষকে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে। | A novembre le pressioni dall'ambasciata cinese hanno spinto le autorità locali a chiudere una mostra fotografica sul Tibet a Dhaka [in]. |
24 | ভুটান কি? | Cos'è il Bhutan? |
25 | এক দল ভুটানকে স্বর্গের কাছের এক অংশ বলে গৌরবান্বিত করে, আবার অন্যরা দাবি করে যে দেশটি নেপালী লোটসাম্পা সংখ্যালঘু সম্প্রদায়কে বিতাড়িত করে জাতিগত শুদ্ধাভিযান চালাচ্ছে। | Alcuni lo considerano qualcosa di vicino al paradiso, mentre altri ritengano stia praticando una pulizia etnica cacciando le minoranze Lhotsampa originarie del Nepal. |
26 | আমাদের নতুন ভুটানী লেখক সোনাম অঙ্গমা ভুটানের নাগিরক মিডিয়াকে তুলে ধরে সত্যানুসন্ধানের চেষ্টা করেছেন। | Il nostro nuovo autore Bhutanese Sonam Ongmo ha messo in evidenza i citizen media [in] al lavoro per scoprire la verità. |
27 | ভুটানের প্রাকৃতিক দৃশ্য। | Paesaggio del Bhutan. |
28 | ছবি ফ্লিকার ব্যবহারকারী জেমহুলট-এর সৌজন্যে পাওয়া। | Immagine dall'utente di Flickr Jmhullot, usata con licenza Creative Commons. |
29 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে। | Il concetto di Felicità Interna Lorda è stato originariamente coniato in Bhutan nel 1972. |
30 | প্রকৃতপক্ষে ১৯৭২ সালে ভুটানে প্রথম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস [জিএনএইচ] বা সামষ্টিক সুখের ধারণার জন্মলাভ করে। | Tuttavia, i blogger locali condividono opinioni sul fatto che il concetto sembri essere preso più seriamente altrove ma non in Bhutan [it]. |
31 | তবে ভুটানী ব্লগারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জানাচ্ছে কি ভাবে এই ধারণা বর্তামেন ভুটান ছাড়া অন্যসব দেশে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। | |
32 | নির্বাচন: | Elezioni: |
33 | এ বছর ভারতের ১৫ তম লোক সভা (সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক প্রচারণা শুরু হবার সময় থেকে সিটিজেন সাংবাদিকরা এ কাজের সাথে জড়িয়ে ছিলেন। | Quest'anno ha segnato le 15esime elezioni del Lok Sabha (parlamento indiano) e i citizen journalist si sono mostrati all'altezza del compito fin dall'inizio della campagna elettorale. |
34 | বেশ কৌতূহলজনকভাবে প্রধান রাজনৈতিক দলগুলো এই প্রখমবারের মত বিভিন্ন অনলাইন প্রচারণা ব্যবহার করে এবং ব্লগাররা এইসব প্রচারণার ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায় (বিজেপি, আইএনসি) | |
35 | কংগ্রেসের নির্বাচনী প্রচারণার স্ক্রীনশট বিনোদন পূর্ণ ব্লগ বলিউডের ফ্রেমে দেখা যাচ্ছে। এই নির্বাচনকে বলা যেতে পারে ভারতের প্রথম ডিজিটাল নির্বাচন। | Fatto ancora più interessante, i maggiori partiti politici hanno utilizzato per la prima volta diverse campagne online e i blogger hanno variamente reagito a tali campagne (si veda qui [in] e qui [in]). |
36 | ভারতের নির্বাচনের উপর গ্লোবাল ভয়েসেস বিশেষ সংবাদ প্রকাশ করে। | Inserzione di candidati al Parlamento su Bollywood Frames, noto blog d'intrattenimento. |
37 | এইসব প্রচারণা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করা হয়। | Questa è stata anzi la prima elezione digitale [in] dell'India. |
38 | যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারা নির্মিত সামাজিক সচেতনতামূলক প্রচারণার এবং কি ভাবে ভারতে নাগরিক সমাজের দলগুলো ভোটার নিবন্ধিকরণ ও স্বচ্ছ প্রচারণা জন্য ডিজিটাল উপাদানকে ব্যবহার করছে, সে সব বিষয় বিশ্লেষণ করা হয়। ব্লগাররা এই নির্বাচনের ফলাফল সম্বন্ধে ভবিষ্যৎ বাণী এবং জনমত বিশ্লেষণ করেছে। | Lo speciale sulle elezioni indiane [in] di Global Voices ha presentato le diverse angolazioni delle campagne elettorali, tra cui l'analisi dell'impatto delle campagne sociali [in] e l'utilizzo da parte di vari gruppi della società civile di strumenti digitali per la registrazione degli elettori e per assicurare la trasparenza nella corsa elettorale [in]. |
39 | এই নির্বাচনে সেলিব্রেটি বা তারকারা কি ধরনের প্রভাব রেখেছে তার উপরও তারা বিশ্লেষণ করেছে। নির্বাচনে রাজনীতিবীদদের কালো টাকার উৎস নিয়েও তারা তদন্ত করেছে। | I blogger hanno svolto un ruolo importante con previsioni e analisi dei sondaggi d'opinione [in] e interventi sul potere delle celebrità nell'infuenzare le elezioni [in], oltre ad aver indagato sulle piste di denaro sporco dei politici [in]. |
40 | এই বার অন্যকিছুর বাইরে আমরা দেখতে পেয়েছি, সিটিজেন বা নাগরিক দ্বারা- পরিচালিত নির্বাচন পর্যবেক্ষণ- নির্বাচনের ফলাফল, উসাহিদি ইঞ্জিনের ভিত্তিতে ওয়েবে ভোটের সংবাদ লাভ এবং অনলাইন নির্বাচনী সাইটের প্রাচুর্য। | Durante questo periodo abbiamo assistito all'avvento del monitoraggio delle elezioni tenuto dai cittadini (Vote Report India) [in], basato sulla piattaforma open source Ushahidi e su una serie di specifiche risorse online [in]. |
41 | এই সমস্ত উপাদানে সজ্জিত হয়ে সিটিজেন সাংবাদিকরা মাসব্যাপী সময় ধরে চলা এই নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং নির্বাচনের পরে তারা কম ভোট পড়া ও নির্বাচন নিয়ে চলা প্রচারণার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। | Grazie a tutti questi strumenti, il lungo mese elettorale è stato seguito assai da vicino dai cittadini-giornalisti [in], i quali dopo certi sondaggi hanno riflettuto sul minor numero di elettori [in] e l'efficacia delle varie campagne. |
42 | যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, তখন দেখা যায় যে ভোটাররা পরিবর্তনের বিপক্ষে ভোট প্রদান করেছে। | Una volta dichiarati i risultati ufficiali, è emerso il fatto che gli elettori avevano votato per il non-cambiamento [it]. |
43 | ভারতীয় টুইটারস্ফেয়ারে উচ্চকণ্ঠে-এর উন্নয়ন ও ফলাফল প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। | Anche la Twitter-sfera indiana ha dato ampio spazio [in] alle reazioni sugli sviluppi dei risultati. |
44 | অনলাইন প্রচারণা: | Campagne online: |
45 | এ বছর ভারতে সফলতার সাথে বিভিন্ন সামাজিক বিষয়ে অনলাইন প্রচারণা আরম্ভ করা হয়। | Quest'anno si sono avute anche campagne online di successo su svariate questioni sociali. |
46 | বছরের শুরুতে অনেক ভারতীয় এই সংবাদে বিরক্ত হয় যে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের মাঙ্গালোরে একদল তরুণীকে একটি শুড়িখানায় হিন্দু পরিষদের সদস্যরা আক্রমণ করে। | A inizio anno molti indiani sono rimasti colpiti dalla notizia di un gruppo di giovani donne a Mangalore, nello stato meridionale del Karnataka, attaccate da vigilanti Hindu in un pub [in]. |
47 | এই ঘটনার জের ধরে শীঘ্রই ফেসবুকে একটি দল অনলাইন প্রচারণার উদ্যোগ নেয়। | |
48 | তারা চটপটে, সাহসী এক পরিকল্পনা তৈরি করে। দলটি রাম সেনা দলের কর্মীদের কাছে ভ্যালেন্টাইন বা ভালবাসা দিবস উপলক্ষে মেয়েদের পরিধেয় গোলাপি রঙের জাঙ্গিয়া পাঠায়। | Presto è emersa la campagna online centrata su un gruppo Facebook che ha pianificato l'impertinente e audace mossa di recapitare mutande rosa da donna al partito di Ram Sena come ‘regalo di San Valentino' [in]. |
49 | এই শান্তিপূর্ণ প্রতিবাদের নাম দেওয়া হয়েছিল ছিল ‘পিঙ্ক চাড্ডি” (গোলাপি রঙের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া) প্রচারণা। | Questa protesta non violenta è stata chiamata la campagna Pink Chaddi (intimo rosa). Il video di cui sopra mostra una pila di mutandine e le lettere d'amore inviate ai vigilanti Hindu. |
50 | উপরের ভিডিও প্রদর্শন করছে স্তুপ করা মহিলাদের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া এবং হিন্দু পরিষদকে পাঠানো প্রেমপত্রের দৃশ্য। | |
51 | এই বছর প্রথম টেডইন্ডিয়া নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে ব্লগারদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। | Il 2009 ha visto anche lo svolgimento del primo evento TEDIndia, e i blogger si sono entusiasmati non poco. |
52 | এই অনুষ্ঠানকে ঘিরে তাদের কর্মকান্ড সম্বন্ধে পড়ুন। | Ecco una panoramica sul ruolo da loro svolto nell'evento [in]. |
53 | অন্যান্য উল্লেখযোগ্য অনলাইন প্রচারণার মধ্য ছিল সবেচেয়ে সেরা গাড়ি চালনা চ্যালেঞ্জ এবং গাছের চারা প্রকল্প নামক প্রচারণা। | |
54 | মানবাধিকার এবং বাক স্বাধীনতা: চৈতন্য কুন্টে এক ভারতীয় ব্লগার। | Altre notevoli campagne online sono state la la grande sfida di guida [in] e il Progetto Sapling [it]. |
55 | বর্তমানে সে নেদারল্যান্ডে বাস করে। | Diritti umani e libertà d'espressione: |
56 | এক মহিলা টিভি সংবাদিকের সমালোচনা করায় তাকে আইনগত ভাবে চুপ করিয়ে দেবার হুমকি প্রদান করা হয়। | |
57 | কুন্টে অভিযোগ করেছিলেন এই সাংবাদিক মুম্বাই-এর সন্ত্রাসী হামলার সময় তার সংবাদে উত্তেজনা ছাড়ানোর কাজ করছিল। ভারতের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল শিব সেনা। | Chyetanya Kunte, blogger indiano residente nei Paesi Bassi, è stato messo a tacere da minacce legali [in] per aver criticato un reporter TV che era ricorso al sensazionalismo nell'informare sull'attentato terrorista di Mumbai. |
58 | তারা ১৯ বছরের এক ভারতীয় নেটিজেনের উপর মামলা করে। এই নেটিজেন এক সোশাল নেটওয়ার্ক সাইটে শিব সেনার সমালোচনা করেছিল। | Shiv Shena, un partito politico di estrema destra ha fatto causa [in] ad un netizen di 19 anni che aveva criticato Shiv Sena su un sito di social network. |
59 | ভারতের অঙ্গরাজ্য মনিপুরে এক উত্তেজনা দেখা দেয়, যখন এক ছবিতে আবিষ্কার হয় ২৭ বছরের এক নিরস্ত্র যুবককে ঘেরাও অবস্থায় পুলিশ গুলি করা হত্যা করেছে। | Lo stato indiano di Manipur è andato in caos dopo che sono emerse immagini di un ragazzo di 27 anni disarmato ucciso dalla polizia. |
60 | রাজ্যে এবং প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করায় সিটিজেন সাংবাদিকরা তাদের সমালোচনা করে। | I cittadini-giornalisti hanno criticato [in] le autorità e i media per aver ignorato l'episodio. |
61 | অন্যদিকে একটি ঘটনায় ভারতে মানবাধিকারে জয় হয়েছে। | |
62 | ভারতীয় আদালত পুরুষ সমকামীতা কোন অপরাধ নয় বলে ঘোষণা করেছে। একজন ব্লগার রায় প্রদানের এই দিনটিকে ভারতের স্বাধীনতার ইতিহাসের অন্যতম এক দিন বলে ঘোষণা দিয়েছে। | D'altra parte si è avuto il trionfo dei diritti umani quandouna corte indiana ha depenalizzato le relazioni omosessuali [in] e un blogger lo ha definito il giorno più importante nella storia dell'India indipendente. |
63 | সংস্কৃতি ও ধর্ম: | Cultura e Religione: |
64 | ভারত ভিত্তিক এক ব্রিটিশ ছবি স্লামডগ মিলিনিয়ার। এই ছবিটি নিয়ে ভারতীয় ব্লগে গুঞ্জন দেখা দেয়, যখন তা গোল্ডেন গ্লোব এবং অস্কার প্রতিযোগিতায় দশটি বিভাগে মনোনয়ন লাভ করে। | Slumdog Millionaire, film britannico basato in India ha suscitato grande interesse tra i blogger indiani [it] per aver vinto quattro Golden Globe e dieci nomination all'Oscar. |
65 | যে ভাবে এই ছবিতে ভারতীয় বস্তির দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তা বিদেশীদের আকর্ষণ করার জন্য করা হয়েছে বলে এই ছবি নিয়ে ভারতে বিতর্ক ছড়িয়ে পড়ে। | Il film ha provocato dibattiti [in] sul quadro fornito della vita nei quartieri poveri indiani e sull'attrazione esercitata sugli stranieri. |
66 | তবে এই বিতর্ক চলচ্চিত্রটির জন্য অস্কারের সেরা চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরষ্কার জেতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। | Ma ciò non ha poi impedito alla pellicola di far piazza pulita di Oscar, vincendone 8 [it]. |
67 | এখানে দুর্গাপুজা এবং এর আচারকে ব্যাখ্যা করে একটি তথ্যমূলক পোস্ট রয়েছে। | Segnaliamo infine un post che ha informato sul Durga Puja e gli annessi rituali [in]: |
68 | দেবী দুর্গাকে আগামী বছরে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানানো হচ্ছে। | Salutare la dea Durga fino al prossimo anno. |
69 | ছবি অপর্না রায় | Foto di Aparna Ray. |
70 | এর পরবর্তী খণ্ডে মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার ঘটনাবলির দিকে নজর দেওয়া হবে। | Nella seconda parte di questa panoramica, rivedremo l'anno alle Maldive, in Nepal, Pakistan e Sri Lanka. |
71 | দয়া করা আমাদের সাথে থাকুন। | Restate sintonizzati! |