# | ben | ita |
---|
1 | ফেসবুকে “ডিজিটাল মাস্তানি”র শিকার হলেন ফুটবল তারকা মেসি | Iran: “Ultras digitali” iraniani attaccano la pagina Facebook di Messi |
2 | আর্জেন্টিনার ফুটবল তারকা লিও মেসি'র ফেসবুক পেজ। | Argentinian footballer Leo Messi's Facebook page |
3 | এবার “ডিজিটাল মাস্তানি”র শিকার হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ইরানের হাজারখানেক মানুষ মেসি'র ফেসবুক পেজে গিয়ে তাকে তীব্র ভাষায় আক্রমণ ও অপমানজনক পোস্ট করেন। | Degli “Ultras digitali” provenienti dall'Iran hanno bombardato con migliaia [fa, come gli altri link, salvo diversa indicazione] di insulti [en] e minacce in persiano la pagina Facebook del calciatore argentino Lionel Messi [es], dopo che sabato erano stati sorteggiati [en] i gruppi della Coppa del Mondo. |
4 | গত শনিবার বিশ্বকাপ ফুটবলের গ্রুপ নির্ধারণী ড্রয়ের পর এই আক্রমণের ঘটনা ঘটে। | Argentina, Iran, Bosnia-Erzegovina e Nigeria sono capitate insieme. |
5 | বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইরান, নাইজেরিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা একই গ্রুপে পড়েছে। | |
6 | মেসির পেজে গিয়ে যেসব মন্তব্য করা হয়েছে, তার বেশিরভাগই ছিল আপত্তিকর। | Molti commenti utilizzano un linguaggio veramente osceno [en]. |
7 | ইরানের অনেক নাগরিক মেসির প্রতি এই সাইবার আক্রমণকে লজ্জাকর বলে অভিহিত করেছেন। | Molti Iraniani hanno pubblicato commenti e tweet definendo questo cyberbullismo vergognoso. |
8 | কারগান টুইট করেছেন: | L'utente Kargadan ha scritto in un tweet: |
9 | ইরানের সম্মান বাঁচাতে জুকারবার্গ [ফেসবুকের প্রতিষ্ঠাতা] এবং ইরানি সরকারকে হাতে হাত মিলিয়ে ফেসবুক থেকে এইসব আপত্তিকর মন্তব্য মুছে ফেলতে হবে। | Zuckerberg [il fondatore di Facebook] e il governo iraniano dovrebbero collaborare a quattro mani per ripulire la pagina Facebook dagli iraniani, per salvare il nostro onore. |
10 | সুসকাক টুইট করেছেন: | L'utente Sooskak ha scritto in un tweet: |
11 | এটা ভালো যে ইরানে ফেসবুক ফিল্টার করা হয়। | E' meglio che Facebook sia filtrato [in Iran]. |
12 | বারডিয়া টুইট করেছেন: | L'utente Baridya ha scritto in un tweet: |
13 | আজ যদি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটে, এই লোকগুলোকে সাংস্কৃতিকভাবে অগ্রসর করে তুলতে ১৫-২০ বছর লেগে যাবে। | Se la Repubblica Islamica crollasse oggi, ci vorrebbero 15/20 anni perché la cultura del suo popolo migliori. |
14 | ব্লগার ৫চার একটি আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করে বলেছেন, এই প্রজন্ম ইসলামী প্রজাতন্ত্রে বেড়ে উঠেছে। | Il Blogger 5Char ha pubblicato un fermo immagine con gli insulti, dichiarando che questo è tipico di una generazione cresciuta sotto la Repubblica Islamica. |
15 | আরেকজন ব্লগার আন্দারবাব বলেছেন: | Un altro blogger, Andarbab afferma che: |
16 | এ ধরনের স্লোগান এবং আপত্তিকর মন্তব্যের মধ্যে দিয়ে তারা তাদের অযোগ্যই প্রমাণ করলো। | Queste persone cercano di rimediare alla propria inadeguatezza con slogan e insulti. |
17 | এরা হলেন সেই মানুষ, যারা আমেরিকাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য চিত্কার করে। আবার আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্যও মুখিয়ে থাকে। | Sono gli stessi che inneggiano al motto “Abbasso gli Stati Uniti d'America”, quando poi però desiderano la Green Card (Permesso di residenza negli USA, NdT). |
18 | তারা এখন মেসিকে অপমান করছে। কালকেই দেখা যাবে, মেসির হাত থেকে সুভেনিয়'র ফ্যান ফটো নেয়ার লাইনে দাঁড়িয়ে আছে। | Insultano Messi, e poi però vorrebbero fare una foto con lui per ricordo. |