# | ben | ita |
---|
1 | মিশরঃ মুবারক কি মৃত? | Egitto: è forse morto Hosni Mubarak? |
2 | বিতাড়িত মিশরীয় প্রেসিডেন্ট হোসনি মুবারক কি মৃত? | Lo spodestato presidente Hosni Mubarak è deceduto? |
3 | সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এই প্রশ্নটি বেশ কয়েকবারই উঠেছে। | Questa domanda viene sollevata in diversi social network per l'ennesima volta. |
4 | সাম্প্রতিক গুজবে কয়েকজন টুইটার ব্যবহারকারীর প্রতিক্রিয়া এখানে দেয়া আছে। | Ecco come hanno reagito alcuni utenti Twitter alle ultime voci. |
5 | প্রতিবেদন অনুসারে, মুবারক “চেতনার ভেতরে ও বাইরে পতিত।” | Secondo le ultime notizie [en], Mubarak “alterna momenti di coscienza a periodi di incoscienza”. |
6 | মুবারকের ৩২ বছর শাসনামলের অবসানের কারণ মিশর বিপ্লবে বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাঁকে কারাদন্ড দেয়ার পর এই খবর প্রকাশিত হয়। | Queste notizie sono giunte qualche giorno dopo la sua condanna all'ergastolo per aver ordinao di uccidere i manifestanti all'inizio della rivolta egiziana, che ha poi portato alla fine dei suoi 32 anni di potere. |
7 | কর্মী রাশা আবদুল্লাহ ঘোষণা দেনঃ | L'attivista Rasha Abdulla annuncia: |
8 | @রাশাআবদুল্লাহ: মুবারকের মৃত্যু নিয়ে তুমুল গুজব। | @RashaAbdulla [en]: Grandi dicerie sulla morte di Mubarak. |
9 | #Egypt সহকর্মী হোসাম এল হামালাওয়ির প্রতিক্রিয়াঃ | Un altro attivista, Hossam El Hamalawy reagisce così: |
10 | @৩আরাবউই: মুবারক জীবিত বা মৃত হোন না কেন, আমাদের এখনো মুবারকের কর্মস্থল ধ্বংস করতে হবে http://is.gd/DQKdGP #RevSoc | @3arabawy [en]: Che Mubarak sia vivo o morto, noi dobbiamo ancora abbattere il lavoro da lui svolto. |
11 | এবং মারওয়া এলনাগার স্মরণ করিয়ে দেনঃ | Marwa Elnaggar ci ricorda: |
12 | @মারওয়ামে: মুবারক কোন ব্যক্তি নয়। | @marwame [en]: Mubarak non è una persona. |
13 | মুবারক এক শাসনামল। | Mubarak è un regime. |
14 | গুজব হল ব্যক্তিটি অসুস্থ ও মৃতপ্রায়। | Le voci lo spacciano come persona malata e morente. |
15 | আর ঘটনা হল, শাসনামল জীবিত এবং এখনো শোষণ করছে। #Egypt | Il fatto è che il regime è ancora vivo e vegeto. |
16 | এর মধ্যে, সাংবাদিক টম গারা মৃত্যু ঘটানোর আশঙ্কা করছেন। | Intanto, il giornalista Tom Gara sospetta un delitto. |
17 | তিনি লিখেছেনঃ | Scrive: |
18 | @টমগারা: মিশরীয় কর্তৃপক্ষ কত আগ্রহভরে মুবারকের স্বাস্থ্যের খবর গোপন রেখেছে, এই স্বচ্ছতার অভাব কি মোড় ঘুরিয়ে দেয়ার জন্য নয়? | @tomgara [en]: Considerato lo zelo con cui le autorità egiziane proteggono le notizie riguardanti la salute di Mubarak, non sono queste perdite recenti tentativi trasparenti di creare confusione? |
19 | ২০০৮ সালে, আল দাস্তুরের প্রধান সম্পাদক ইব্রাহিম ঈসাকে মুবারকের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদনের জন্য কারাদন্ড দেয়া হয়। | Nel 2008, Ibrahim Essa, redattore di Al Dustour, era stato arrestato [it] per aver speculato sulla salute di Mubarak. |