# | ben | ita |
---|
1 | মিশর: নারীরা ইন্টারনেটের আশ্রয় নিচ্ছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ার জন্য | Egitto: donne in Rete contro i tabù Le giovani donne egiziane delle classi medio-alte ricorrono alla Rete per rilanciare le battaglie contro i tabù. |
2 | মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মিশরীয় তরুণীরা সমাজের নিষিদ্ধ জিনিষের বিরুদ্ধে লড়ার জন্য ইন্টারনেটের সাহায্য নিচ্ছে। | Alcune di loro sono state intervistate dalla BBC [in] e Mohamed Hamdy ha commentato l'articolo con un post pubblicato su Bloggers Times [ar]. |
3 | বিবিসি এদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে আর ব্লগার্স টাইমসের মোহাম্মাদ হামদি প্রতিবেদনের উপরে মন্তব্য করেছেন: | Riprendendo quanto riporta Reem Abdel Hamid sul quotidiano Al Youm 7 [ar], Hamdy scrive: Sfruttando l'anonimato di Internet, le donne condividono esperienze personali. |
4 | আল ইয়ুম ৭ সংবাদপত্রের রায়েম আব্দেল হামিদের উদ্ধৃতি দিয়ে, হামদি লিখেছেন: | Esse scambiano i propri punti di vista su politica e cultura, parlando delle loro frustrazioni quotidiane. |
5 | ইন্টারনেটের পরিচয়হীনতার সুযোগ নিয়ে মহিলারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। | La BBC ha anche rilanciato l'invito di Dalia Ziada [it] al governo dell'Arabia Saudita, affinché ponga fine alla discriminazione contro le donne. Hamdy ne riporta uno stralcio significativo: |
6 | তারা রাজনৈতিক আর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গী নিয়েও মত বিনিময় করেন আর তাদের দৈনন্দিন হতাশা আলোচনা করেন। | L'articolo, ad esempio, parla dell'invito rivolto da Dalia Ziada all'Arabia Saudita affinché si impegni a porre fine a quella che la blogger definisce una discriminazione nei confronti delle donne. |
7 | ডায়লা জাইদা সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলাদের প্রতি পক্ষপাতিত্ব না করতে এবং বিবিসি তার উল্লেখ করেছে। | La sua campagna è partita in occasione dell'anniversario della nascita del Profeta. Daila spiega così questa iniziativa: “Non mi è permesso fare la “O'mra [it]!” |
8 | হামদি জানিয়েছেন: | [Pellegrinaggio minore alla Mecca] Perché? |
9 | “আমাকে ওমরাহ [মক্কায় একটা ছোট ধর্মযাত্রা] করতে দেয়া হয়না! কেন? | Perché sono una giovane donna di età inferiore ai 45 anni! |
10 | কারন আমি ৪৫ বছরের কম বয়সের তরুণী! একমাত্র উপায় যেভাবে আমি মার প্রিয় নবীর দেশে যাতে পারি তা হচ্ছে একজন পুরুষকে সঙ্গী করে যাওয়া। | L'unica soluzione per visitare la terra del mio venerato Profeta è avere un accompagnatore di sesso maschile. |
11 | আমার মা যথেষ্ট না!! | Mia madre non basta!! |
12 | আপনি কি জানেন পুরুষ সঙ্গী কি? | Cosa s'intende per accompagnatore uomo? |
13 | প্রথম -স্তরের পুরুষ আত্মীয়: বাবা, ভাই, স্বামী বা ছেলে! | Un parente di primo grado: padre, fratello, marito o figlio! |
14 | আমি তাহলে বড় বিপদের মধ্যে আছি। | Dunque sono nei guai. |
15 | আমার বাবা মারা গেছেন, আমার দুই ভাই উৎসাহী না আর তাদের টিকিটের দাম দেয়ার সামর্থ আমার নেই, আমার স্বামী নেই আর অবশ্যই আমার ছেলে নেই!! | Mio padre è morto, i miei due fratelli non sono interessati e non potrei pagare loro i biglietti, non sono sposata e perciò non ho un figlio!! |
16 | এখন আমি কি করতে পারি?!” | Cosa faccio?!” |
17 | হামদি জানিয়েছেন কি করে আর একজন ব্লগার কথা বলেছিলেন আরবদের কুমারীত্ব নিয়ে বাড়াবাড়ি নিয়ে। তিনি বুঝিয়েছেন: | Hamdy cita inoltre il post di un'altra blogger [ar] che parla dell'ossessione delle società arabe per la verginità: |
18 | একজন ব্লগার যিনি বেনামী থাকতে চেয়েছিলেন তিনি তার অতীত আর মাদকাসক্তি নিয়ে কথা বলেছেন। | Una blogger che ha preferito restare anonima, ha parlato del suo passato da tossicodipendente. |
19 | তার ব্লগে তিনি বারবার আরবদের নারীদের কুমারীত্ত্বের ব্যাপারে বাড়াবাড়ির সমালোচনা করেছেন। | Sul blog ha criticato costantemente l'ossessione araba per la verginità della donna. |
20 | বিবিসি আরো জানিয়েছে কিভাবে যৌন হয়রানির মতো নিষিদ্ধ জিনিষ ইলেক্ট্রনিক এই অঞ্চলে আলোচনা হচ্ছে বাস্তবতার বিপরীতে। | La BBC fa notare come alcuni taboo, quali le molestie sessuali, siano argomenti discussi più nel cyberspazio che nella realtà. |
21 | গার্লস অনলি গার্লস (মেয়ে আর শুধুমাত্র মেয়ে)- হচ্ছে মেয়েদেরকে উৎসর্গকৃত প্রথম অনলাইন রেডিও যা সম্পর্কে হামদি জানিয়েছেন: | Girls and only Girls [ar]- la prima radio online dedicata soltanto alle ragazze - è stata un'altra iniziativa descritta da Hamdy: |
22 | আমানি এল তুন্সি (২৫) এই অনলাইন রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা একটা পথ হিসাবে যেখানে মিশরের নারীরা তাদের ক্রমাগত হতাশাজনক জীবন থেকে মুক্তি পেতে পারে। | Amany El Tunsi [ar] (25 anni) ha concepito questa radio online come una valvola di sfogo per le donne frustrate dalla vita in Egitto. |
23 | জীবনের মাণ নিয়ে ভাবছেন, তিনি বলেছেন: ”আমাদেরকে বাঁচার অধিকার প্রায় অস্বীকার করা হয় ক্রমাগত হয়রানীর ভয়ের কারনে।” | Interrogandosi sulla qualità della loro vita, la ragazza commenta: “La costante minaccia di molestie ci nega il diritto di vivere.” |
24 | “সব পাখি না” একটা মজার অনুষ্ঠান যা আসলেই বোঝায় যে সকল নারী বোকা না। | “Not All Birds” è un'interessante trasmissione che intende mostrare come le donne non siano tutte sprovvedute. |
25 | এই অনুষ্ঠানের লক্ষ্য হলো পুরুষরা নারীদের তাদের খপ্পরে ফেলার জন্য যেসব খেলা খেলে তা তুলে ধরা। | Obiettivo del programma è svelare i trucchi degli uomini per ingannare e adescare le donne. |