Sentence alignment for gv-ben-20090218-1628.xml (html) - gv-ita-20090210-666.xml (html)

#benita
1ক্রিল মাছ ধরা আর চন্দন কাঠ চাষের মধ্যে মিল কোথায়?Kenya: iper-sfruttamento del pesce krill e del legno di sandalo
2প্রথম দর্শনে ক্রিল মাছ আর চন্দন কাঠের মধ্যে মিলের কিছুই থাকতে পারে না কারন এদের একটি সামুদ্রিক প্রাণী আর একটি ভূমির গাছ।Ad un primo sguardo, non esiste alcuna caratteristica comune tra il krill [in] e il legno di sandalo [in]: il primo è un animale marino, il secondo è una pianta terrestre.
3প্রানীজগতের দুই প্রানীর বিপদের কথা ভাবলে কিছু মিল পাওয়া যায়।Ma esaminando la condizione critica di entrambe le specie come biodiversità, esistono invece varie somiglianze.
4পৃথিবী বিখ্যাত কেনিয়ার সংরক্ষণবাদী ডঃ রিচার্ড লিকি সম্প্রতি অ্যান্টারটিকে একটা সফর থেকে ফিরে জানিয়েছেন যে জাপান কার্যকর ক্রিল মাছ ধরার পদ্ধতির উন্নয়ন করেছে যার ফলে জেলে নৌকাগুলো অনেক বেশী সাফল্য পাবে।Il rinomato ambientalista kenyano prof. Richard Leakey [in], appena tornato da una spedizione in Antartide [in], riferisce nel suo blog che il Giappone ha messo a punto tecniche assai efficaci per pescare il krill.
5ক্ষুদ্র এই কাঁকড়া জাতীয় প্রাণীর দলকে টনে টনে এখন তোলা যাচ্ছে যার ফলে তারা দ্রুত এই মাছের মজুত শেষ করছে।Grazie a questi metodi innovativi, i pescherecci riescono a raccogliere enormi quantità di questi minuscoli crostacei, assicurandosi risultati di prim'ordine.
6সমুদ্রের প্রায় সকল মেরুদন্ডসহ প্রানীর খাদ্য হিসেবে ক্রিল মাছ খুবই গুরুত্বপূর্ন।Di conseguenza, questa risorsa, di fondamentale importanza per l'alimentazione di base di quasi tutte le catene alimentari dei vertebrati marini, è in rapido esaurimento.
7ডঃ লিকির বক্তব্য অনুসারে সমুদ্রের এই খাদ্যের রসদ কমে যাওয়ায় সমগ্র খাদ্য শৃঙ্খলে তার প্রভাব পড়ছে আর খারাপ প্রভাব পড়ছে খাদ্য পিরামিডের উপরের দিকে থাকা বড় আর সুন্দর তিমি, ওরকাস, পেঙ্গুইন আর সিলের উপরে।Secondo il prof. Leakey, la riduzione di quest'alimento marino di base potrebbe influenzare l'intera catena alimentare e avere conseguenze negative su altri animali marini più grandi e meglio conosciuti, fino a colpire quelli in cima alla piramide alimentare quali balene, orche, pinguini e foche.
8এর সাথে যুক্ত হয়েছে বিশ্ব উষ্ণায়ন/জলবায়ু পরিবর্তনের দ্বৈত প্রভাব আর অ্যান্টারটিকের জীবন বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ছে।A questo si aggiunge anche l'effetto deleterio del surriscaldamento globale e del cambiamento climatico, che mettono seriamente a repentaglio la sopravvivenza della fauna dell'Antartide.
9ডঃ লিকি বলেছেন:Il prof. Leakey dichiara:
10আর একটা ভয়ঙ্কর তথ্য আমি যা পেয়েছি তা হলো যে ক্রিল মাছ (ভারটিব্রাল জীবের খাদ্য শৃঙ্খলের জরুরী অংশ) কমে যাচ্ছে।L'altra informazione allarmante di cui sono venuto a conoscenza riguarda la riduzione drastica del krill, l'alimento alla base della catena alimentare della fauna vertebrata.
11একদিকে জলবায়ু পরিবর্তন আর এর প্রভাব বরফের প্রবাহ আর জমাট বরফের উপরে বড় একটা ভুমিকা রাখে, অন্যদিকে বর্তমানে ক্রিল মাছ বিশাল পরিমানে ধরা হচ্ছে জাপানে।Se il cambiamento climatico e i suoi effetti sulle masse di ghiaccio e sulla banchisa influiscono enormemente su questa riduzione, anche la pesca intensiva del krill attuata oggi dal Giappone sta mettendo in serio pericolo questa specie.
12আমাকে জানানো হয়েছে যে নতুন প্রযুক্তি ব্যবহার করে বেশী করে ক্রিল ধরা এর জনসংখ্যার উপরে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।Mi è stato riferito che le nuove tecniche per pescare il krill, che consentono di estrarne quantità decisamente superiori, potrebbero avere degli effetti devastanti sulla densità della popolazione.
13এর ফলে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে থাকা জীব বৈচিত্রের অন্যান্য প্রানীর বেঁচে থাকার উপরে বাড়তি প্রভাব পড়বে।Questo produrrebbe un impatto deleterio anche sulla sopravvivenza di altre specie, con il risultato di generare uno scompenso devastante sulla catena alimentare.
14চন্দন কাঠও অতিরিক্ত আহরণের জন্যে একই রকম বিপদের মধ্যে আছে। সেভিং কেনিয়াস ফরেস্ট ব্লগে কেনিয়ার একটা উদাহরণ দেয়া হয়েছে।Anche il legno di sandalo è vittima di uno sfruttamento esagerato, come dimostra l'esempio kenyano scelto dal blog Saving Kenya's Forests blog [in].
15এই ব্লগ বলে:Il blog asserisce:
16কেনিয়া চন্দন কাঠের গাছ (ওসিরিস ল্যঙ্কিওলাটা) হারাচ্ছে বেআইনি আহরণের ফলে।Il Kenya sta perdendo il legno di sandalo (Osyris lanceolata) vittima di tagli illegali.
17প্রাথমিকভাবে চিযুলু পাহাড়ে বেআইনিভাবে গাছকাটা মনে হয় আর জানা যাচ্ছে এখন কাজিয়াদো, তাইতা, আম্বোসেলি আর আশেপাশের র‌্যাঞ্চে, সাম্বুরু, কৈবাতেক আর কিকুয়ু এস্কার্পমেন্ট আর অন্যান্য এলাকায় তা ছড়িয়ে পড়েছে।Questi tagli, inizialmente constatati nelle colline di Chyulu, pare che siano aumentati e ora vengono effettuati anche a Kajiado, Taita, Amboseli e nei territori limitrofi, a Samburu, Koibatek, sulle scarpate di Kikuyu e in molte altre zone.
18বেশীরভাগ জায়গায় কোন ধরনের নিয়ন্ত্রণ ছাড়া চাষ হচ্ছে।Nella maggior parte dei territori, questi tagli sono effettuati senza troppi controlli.
19চন্দন কাঠ বেশীরভাগ সময়ে ব্যবহার করা হয় তার প্রয়োজনীয় তেল থেকে সুগন্ধী তৈরির জন্য যা এর গুড়ি, মূল ডাল আর শিকড়ের কেন্দ্রে থাকে।Il legno di sandalo viene usato per lo più per produrre profumi, grazie ai suoi olii essenziali che si estraggono dal cuore dell'albero, dai rami principali e dalle radici.
20এই ব্লগ অনুসারে, চন্দন কাঠ পাশ্ববর্তী তাঞ্জানিয়ায় পাঠানো হয় আর কিছুটা প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হয় ‘ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিন আফ্রিকা, ফ্রান্স, জার্মানি আর পূর্ব এশিয়ার দেশে প্রসাধন আর ঔষধ শিল্পের জন্য।”Secondo il blog, il legno di sandalo viene commercializzato nella vicina Tanzania e dopo una semilavorazione, il prodotto viene esportato in “Indonesia, India, Sudafrica, Francia, Germania e nei Paesi del Sudest asiatico per l'industria cosmetica e farmaceutica”.