Sentence alignment for gv-ben-20090312-1951.xml (html) - gv-ita-20090309-1320.xml (html)

#benita
1মিশর: ব্লগার মোহামেদ আদেল মুক্তEgitto: appena liberato il blogger Mohamed Adel
2মিশরীয় ব্লগার মোহামেদ আদেলকে মুক্তি দেয়া হয়েছে।Il blogger egiziano Mohammad Adel [in], autore del blog Maeit (“Già morto”) e arrestato 21 novembre 2008, è stato appena rilasciato.
3তার ব্লগের নাম মায়েত(এরই মাঝে মৃত!) এবং ২১শে নভেম্বর, ২০০৮ থেকে বন্দী অবস্থায় ছিলেন তিনি।Pochi giorni fa avevamo parlato [it] del suo sciopero della fame.
4আহমেদ আব্দেল ফাতাহ এখানে উপরোক্ত ঘোষণা দিয়েছেন আর আরাবউই তার ব্লগে ঘোষণা করেছেন যে মায়েতকে অচিরেই মুক্ত করা হবে।Ahmed Abdel Fattah ha diffuso la notizia dell'imminente rilascio qui [ar] mentre Arabawy ha pubblicato un post sul suo blog [in].
5কারিম বেহেরি লিখেছেন:Karim Beheiry [ar] ha scritto quanto segue:
6‘মায়েত' ব্লগ এর লেখক মোহামেদ আদেলের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন যাকে আটক করা হয়েছিল ৩ মাসেরও বেশী সময় আগে।La Corte Suprema per la Sicurezza Pubblica ha emesso un ordine di rilascio per Mohamed Adel, autore del blog “Maeit”, arrestato tre mesi fa.
7মায়েতের বিরুদ্ধে অভিযোগ ছিল হামাসকে সমর্থন করছে এমন ইন্টারনেট- ভিত্তিক গোপন সশস্ত্র দলের সাথে যুক্ত হওয়ার।Maeit era accusato di essere membro di un'organizzazione militare segreta attiva su Internet e collegata a Hamas.
8এই কথাগুলো লেখার মুহূর্ত পর্যন্ত আদেল সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন এর হেফাজতে আছে আর আক্ষরিক অর্থে মুক্ত না।Nel momento in cui scrivo Adel è ancora in custodia presso la polizia di sicurezza della Corte Suprema e formalmente non è ancora libero.
9ইজিওয়ার্কার্স ব্লগ আন্তরিকভাবে আদেল, তার পরিবার আর তার বন্ধুদের অভিনন্দন জানিয়েছে আর আশা করেছে যে শীঘ্রি তাকে মুক্ত করা হবে।Il blog Egyworkers si congratula vivamente con Adel e tutti i suoi amici, confidando nell'immediato rilascio.
10মোহামেদ আদেলের গ্রেপ্তারের ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে এখানে, এখানে আর এই ফেসবুক গ্রুপে।Ulteriori dettagli sull'arresto di Mohamed Adel sono reperibili qui [in], qui [in] e su questo gruppo di Facebook [ar].