# | ben | ita |
---|
1 | মিশর: বিপ্লবের আগে ও পরে ফুটবল নিয়ে উত্তেজনা | Egitto: com'è cambiato il ruolo della nazionale di calcio dopo la rivoluzione? |
2 | গত কয়েক বছর ধরে ফুটবল ছিল মিশরীয় নাগরিকদের প্রধান আনন্দের উৎস। | Negli ultimi anni, il calcio ha rappresentato il principale motivo di gioia del popolo egiziano. |
3 | মিশরীয় জাতীয় ফুটবল দল সম্প্রতি পরপর ধারাবাহিক ভাবে মিশর, ঘানা এবং এ্যাঙ্গোলায় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। | |
4 | এই সব প্রতিযোগিতার সময় স্বাভাবিক দৃশ্য ছিল এরকম যে, এখনকার জনতা চুম্বকের মত. | La nazionale ha vinto le ultime tre Coppe d'Africa - tenutesi, nell'ordine, in Egitto, Ghana [en] e Angola [it]. |
5 | সম্মোহিত হয়ে টিভি সেটের সামনে বসে থাকত, আর প্রতিটি বিজয়ের জন্য তারা তাদের পতাকা নিয়ে তৈরি থাকত এবং বিজয়ের পর তাদের গাড়ি গুলো আওয়াজ করতে থাকত, আর তা উদযাপন করা জন্য রাস্তায় বেড়িয়ে পড়ত। | Nel corso dei tornei, era normale vedere la gente ipnotizzata davanti al televisore, pronta a scendere in strada per celebrare la vittoria con bandiere e colpi di clacson. Il 26 marzo [en], tuttavia, l'Egitto ha giocato contro il Sudafrica, perdendo la partita all'ultimo minuto. |
6 | যাই হোক, মিশর গতকাল (২৬ মার্চ) আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাই পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে এবং এই খেলায় শেষ মুর্হূতের গোলে হেরে যায়। | A questo punto, è molto probabile che per la prima volta nella sua storia la nazionale egiziana non riesca a qualificarsi per il prossimo torneo. |
7 | এখন এমন এক সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে যে, ইতিহাসে এই প্রথমবারের মত মিশর হয়ত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নাও অর্জন করতে পারে। | Ma, a sorpresa, nessuno in Egitto se ne è rattristato, anzi: c'è addirittura chi si dice contento. Forse ha a che fare con la recente rivoluzione [en]? |
8 | কিন্তু আপনারা জেনে থাকবেন যে, মিশরের কেউ এতে আদৌও মন খারাপ করেনি। এমনকি অনেকে এই ঘটনায় বেশ আনন্দিত। | Mazen [ar, come tutti i link tranne ove diversamente segnalato] e Yasser sono convinti che nel Paese il calcio servisse a sfuggire ai problemi di tutti i giorni. |
9 | সাম্প্রতি অনুষ্ঠিত মিশরীয় বিপ্লবের কি এতে কোন ভূমিকা রয়েছে? | @MazenAdel: È la prima volta che non sono triste per la sconfitta della nazionale egiziana. |
10 | মাজেন এবং ইয়াসির বিশ্বাস করে যে মিশরীয় নাগরিকরা তাদের দৈনন্দিন জীবন থেকে পালানোর জন্য ফুটবলকে ব্যবহার করত: @মাজেনআদেল: এই প্রথম, খেলায় হেরে যাবার কারণে আমার মন খারাপ হয়নি। | In passato, il calcio era l'unica cosa che ci tirava su di morale, ma ora stiamo vivendo una grande alternativa che ogni giorno ci rende felici per il nostro Paese. |
11 | অতীতে, ফুটবল ছিল একমাত্র বিষয় যা আমাদের আনন্দে ভরিয়ে রাখত, কিন্তু এখন আমরা তার চেয়ে বড় বিকল্প এক বিষয়ের মধ্যে বাস করছি, যা আমাদের প্রতিদিনের জীবন আনন্দে ভরিয়ে রাখছে। @ইয়াসের. | @yasser.taha: Quando perdi il tuo Paese, lo cerchi in una partita di calcio… ma quando quel Paese torna ad essere tuo, del calcio non ti importa più. |
12 | তাহা: যখন আপনি আপনার রাষ্ট্রকে হারিয়ে ফেলেন, তখন এর ফলে আপনি ফুটবল খেলার দিকে তাকান, কিন্তু যখন আপনি আবার তা ফিরে পান, তখন আপনি আর ফুটবল নিয়ে ততটা চিন্তিত নন। | Un uomo a bordo di un taxi festeggia sventolando una bandiera egiziana, foto con copyright Demotix Per di più, durante le proteste, molti calciatori si erano espressi in favore di Hosni Mubarak. |
13 | মিশরীয় ট্যাক্সি ড্রাইভাররা মিশরের পতাকা নিয়ে জয়ের আনন্দ উদযাপন করছে, ছবির কপিরাইট ডেমোটিক্সের। এছাড়াও প্রতিবাদ বিক্ষোভের সময় মিশরের অনেক ফুটবল খেলোয়াড় হোসনি মুবারকের সমর্থনে যে সব শোভাযাত্রা বের হয়েছিল তাতে অংশ নিয়েছিল। | Circa un anno e mezzo fa, Mubarak, i mezzi di informazione al suo servizio e i calciatori stavano per scatenare una guerra tra Egitto e Algeria [en]: a causa di una partita, erano circolate molte informazioni false volte a fomentare l'odio nei confronti del popolo algerino. |
14 | এখন থেকে দেড় বছর আগে, মুবারক, তার প্রচার মাধ্যম এবং ফুটবল দলের খেলোয়াড়রা আলজেরিয়া এবং মিশরের বিরুদ্ধে প্রায় এক যুদ্ধ শুরু করে দিয়েছিল এবং এই ফুটবল খেলার কারণে তারা আলজেরীয় জনতার বিরুদ্ধে অজস্র মিথ্যা এবং ঘৃণা সূচক বাক্য ছড়িয়ে দিয়েছিল। | All'epoca, quasi tutti gli Egiziani credettero a quelle menzogne, ed è forse questo il motivo per cui alcuni continuano a considerare la nazionale un simbolo della corruzione che caratterizzava l'era Mubarak. @ktarek78: La squadra che ha perso è quella dei sostenitori di Mubarak. |
15 | সে সময় প্রায় সকল মিশরীয় নাগরিক এই মিথ্যাচারের শিকার হয়েছিল এবং এ কারণে অনেকের কাছে ফুটবল দলটি মুবারক শাসনামলের দূর্নীতির এক প্রতীক। | @alibrisha: La nazionale egiziana vive ancora nell'era Mubarak e si comporta come lui… lenta nel pensare… debole nelle azioni… corrotta nella scelta dei giocatori, selezionati in base a raccomandazioni e favoritismi. |
16 | @কেতারেক৭৮: যে দলটি এই খেলায় হেরে গেছে, তারা মুবারক সমর্থকের দল। | @Hannah__HK: La squadra di Mubarak si è arresa a quella di Mandela [it]. |
17 | @আলিব্রিশা: মিশরীয় ফুটবল দলটি এখনো মুবারকের যুগে বাস করছে এবং সেই মোতাবেক কাজ করছে.. তাদের চিন্তা ভাবনায় খুব ধীর গতির… তারা কোন শক্তিশালী/বুদ্ধিমত্তাপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না.. | Non solo dunque gli Egiziani non erano tristi: molti si sono rallegrati all'idea che [con l'eventuale eliminazione dalla Coppa d'Africa] il Paese si sarebbe potuto concentrare maggiormente sulle riforme politiche in atto. |
18 | দলে খেলোয়াড়র বেছে নেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড দূর্নীতি করা হয়। | @Sherifmgdy: Un grazie al Sudafrica per il suo sostegno alla transizione politica egiziana. |
19 | @হান্নাহ_এইচকে:মুবারকের দল, ম্যান্ডেলার দলের কাছে পরাজিত হয়েছে। | @Nourinho82: Quindi è così, fantastico. |
20 | এই ঘটনায় জনগণ মন খারাপ করেনি, শুধু তাই নয় আবার তারা একই সাথে এই ঘটনায় খুশী হয়েছে, কারণ তারা বিশ্বাস করে, এতে লোকজন মিশরে হতে যাওযা রাজনৈতিক সংস্কারের প্রতি আরো বেশি মনোযোগ প্রদান করতে পারবে। | Niente nazionale fino al 2014, provo pietà per il Governo.. come farà ora a distrarci? Muhammad Habib, infine, non è riuscito a trattenere una battuta: |
21 | @শেরিফমাগদি: মিশরে এখন যে রাজনৈতিক সংস্কার অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রতি সমর্থন প্রদান করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ। | @m7abib: Controrivoluzione: la squadra non riuscirà a qualificarsi per la Coppa d'Africa, il popolo chiede che Mubarak torni per salvare lo sport. |
22 | @নোওরিনহো৮২: ভালো, তাহলে আমাদের জাতীয় ফুটবল দলের সময়সূচি ২০১৪ সাল পর্যন্ত খালি খাকবে। সরকারের প্রতি এখন আমার করুণা হচ্ছে, এখন আমাদের মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য তাদের হাতে আর কোন কিছু থাকবে না। | Aggiornamento: lo scorso 2 aprile [it], nel corso della partita della Champions League africana tra lo Zamalek del Cairo e la squadra tunisina del Club Africain, centinaia di tifosi egiziani hanno fatto irruzione in campo, infuriati per l'annullamento di un gol. |
23 | এবং সবশেষে, মুহাম্মদ খোঁচা মেরে কিছু মজা করার লোভ সামলাতে পারেনি। @এম৭আবিব: প্রতি বিপ্লব-এর ঘটনা: মিশরীয় ফুটবল দল পরবর্তী আফ্রিকান কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে, এবং লোকজন মুবারককে মিশরে ফিরে এসে, মিশরের খেলাকে উদ্ধার করার জন্য আহ্বান জানাচ্ছে। | A seguito del ferimento dell'arbitro algerino e di diversi giocatori tunisini, il Consiglio Supremo delle forze armate egiziano ha incaricato il ministro della Giustizia di avviare una commissione d'inchiesta, mentre la Federazione calcistica dell'Egitto ha minacciato di rimandare ulteriormente la ripresa del campionato, sospeso dallo scoppio della rivoluzione del 25 gennaio. |