# | ben | ita |
---|
1 | হাইতি: ল কাপ হাইতিয়ান কিছু সংবাদ প্রেরণ করেছে | Haiti: le ultimissime viaggiano su un blog di Le Cap Haitien |
2 | ১৩ জানুয়ারি বুধবার, দিনটি ছিল হাইতিতে ৭. ০ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পের পরের দিন। | Mentre il terremoto del 7. grado della scala Richter ha lasciato Haiti in una situazione indefinibile, Radio Kiskeya [fr] ha annunciato il persistere di grosse difficoltà nelle comunicazioni esterne dall'isola: |
3 | এই ভূমিকম্প হাইতিতে এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করে। | Aucune station de radio ni de télévision n'est disponible en Haïti ce matin. |
4 | রাডিও কিসকেয়া ঘোষণা দেয় যে, তারা যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা দুর করার ক্রমাগত চেষ্টা করে যাবে, যা এই দ্বীপরাষ্ট্রটি ক্রমাগত মোকাবেলা করে যাচ্ছে [ফরাসী ভাষায়] | |
5 | আজ সকাল পর্যন্ত হাইতির কোন রেডিও বা টিভি স্টেশন চালু করা সম্ভব হয়নি। | Le local de Radio Kiskeya est endommagé. Le système téléphonique est hors service. |
6 | রাডিও কিসকেয়ার কর্মস্থল ধ্বংস হয়ে গেছে। | Stamani nessuna stazione radio o TV è attiva ad Haiti. |
7 | টেলিফোন যোগযোগ ব্যবস্থা কোন কাজ করছে না। | I locali di Radio Kiskeya hanno subìto danni. |
8 | তবে হাইতির ব্লগ ল কাপ হাইতিয়ান, ল রজ্যুই সিটাডেল যখন এই বিপর্যয় ঘটে সেই সময় ১২ তারিখ মঙ্গলবারের মধ্যে তারা সংবাদ প্রকাশ করতে সমর্থ হয়। | La rete telefonica è fuori uso. Tuttavia un blog della città sulla costa nord di Le Cap Haitien [in], le Réseau Citadelle, è riuscito a pubblicare notizie fin dalla mattinata di martedì 13, poco dopo il disastro. |
9 | এখানে ব্লগারদের প্রতি উত্তর রয়েছে, যেখানে পরিস্থিতি সম্বন্ধে একজন উদ্বিগ্নতা প্রকাশ করেছে [ফরাসী ভাষায়]: | Ecco la replica [fr] del blogger a qualcuno preoccupato per la situazione: Nous attendons des nouvelles de Port-au-Prince. |
10 | পোর্ট-অ-প্রিন্স থেকে আমরা সংবাদ আশা করছি। | C'est le pays tout entier qui souffre de la situation à la capitale. |
11 | রাজধানী শহরে যা ঘটেছে তাতে পুরো দেশ ভুগছে। | Chaque famille à au moins un parent à Port-au-Prince et les nouvelles sont très mauvaises. |
12 | প্রত্যেক পরিবারের অন্তত একজন আত্মীয় পোর্ট-অ-প্রিন্সে বাস করে এবং সেখানকার সংবাদ ভাল নয়। | Siamo in attesa di notizie da Port-au-Prince. L'intero Paese subisce le conseguenze di quanto va accadendo nella capitale. |
13 | সেদিনের শূরুতে, ল রজ্যুই সিটাডেল একটি লেখা পোস্ট করে। | Ogni famiglia ha almeno un parente a Port-au-Prince e le notizie non sono affatto buone. |
14 | এর শিরোনাম “নুয়েভ দেপুজে কারেফোর” (কারেফোর থেকে পাঠানো সংবাদ)। এই লেখায় প্যাট্রিক জীন বাপ্তিস্তা পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছেন। | Di prima mattina Le Réseau Citadelle [fr] ha pubblicato un post intitolato “Nouvelle depuis Carrefour [in]”, dove un uomo di nome Patrick Jean Baptiste descrive la situazione in questo quartiere povero di Port-au-Prince: |
15 | তিনি অসহায় প্রতিবেশীদের কথা তার বর্ণনায় তুলে ধরেন: | Grande désolation à Carrefour, plusieurs maisons effondrées dont des bâtiments publics comme le Collège Catherine Flon. |
16 | কারেফোরের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। | Grande desolazione a Carrefou, parecchie case crollate, inclusi edifici pubblici come il Collegio Catherine Flon. |
17 | এর মধ্যে কলেজ ক্যাথেরিন ফ্লোনের মত গণভবনও রয়েছে। | E spiega le difficoltà che la gente deve affrontare per poter comunicare - anche verso zone normalmente nient'affatto lontane: |
18 | তিনি প্রমাণ দেখিয়েছেন যে যোগাযোগ করার জন্য লোকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। | Elles tentent même de joindre leurs proches dans d'autres quartiers de Port-au-prince, sans succès en raison des problèmes de communication. |
19 | এমনকি যে সমস্ত এলাকা খুব বেশি দুরে নয়, সেখানে যেতেও সমস্যা হচ্ছে: | Ce qui ajoute à leurs inquiétudes déjà grandes. |
20 | তারা [কারেফোরের কর্মীরা] তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যারা পোর্ট-অ-প্রিন্সের অন্য এলাকায় থাকে। | Gli abitanti di Carrefour stanno cercando di mettersi in contatto con i parenti in altri quartieri di Port-au-Prince, ma senza successo, visti i problemi per comunicare. |
21 | যোগাযোগ ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সফলতা দেখা যায়নি। | Questa situazione non fa che aumentare il già elevato livello di preoccupazione generale. |
22 | যার ফলে তা পরিস্থিতিকে আরো জটিল অবস্থায় ফেলে দিয়েছে। | Patrick Jean Baptiste esprime la comprensibile impazienza di vedere le cose procedere oltre: |
23 | সবকিছু চলতে শুরু করেছে শুরু করেছে, প্যাট্রিক জীন বাপ্তিস্তা অসীম আগ্রহে এমন পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন। এর কারণ অবশ্যই বোঝা যায়: | Il serait temps de tout faire pour rétablir les liaisons téléphoniques et faire parvenir de l'aide à Carrefour qui est gravement touchée. |
24 | টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ঠিক করার এটাই গুরুত্বপূর্ণ সময় এবং কারেফোরে সহায্য প্রবেশ করা জরুরি, কারণ ভূমিকম্প এখানে বেশ কয়েক বার আঘাত হেনেছে। | È ormai ora di fare il possibile per ripristinare la rete telefonica e portare assistenza a Carrefour, severamente colpito. Nella stessa mattinata di martedì Réseau Citadelle ha poi pubblicato una prima serie di foto [fr] scattate a Port-au-Prince. |
25 | দিনের শুরুতে রজ্যুই সিটাডেল বেশ কিছু ছবি ছাপে যেগুলো ভূমিকম্পের পর পোর্ট-অ-প্রিন্সের উপর তোলা প্রথম ছবি। | Mercoledì il blogger ha rilanciato la testimonianza [fr] di un residente di Pétionville/Delmas, di nome Alexandre, la cui conclusione riassume con chiarezza la situazione: |
26 | পরে বুধবারে, ব্লগার পেতিওনাভিয়ে/ডেলমাসের এক বাসিন্দার বিবরণ প্রকাশ করে। | On doit avoir les nerfs très solides pour assister au peu que j'ai vu. |
27 | এই ব্যক্তির নাম আলেকজান্ডার। যার উপসংহার পরিস্থিতিকে সংক্ষিপ্ত আকারে পরিষ্কারভাবে তুলে ধরে [ফরাসী ভাষায়]: | La gente deve avere nervi molto forti per poter resistere a quel po' che ho potuto vedere. |
28 | সেদিন যে ঘটেছিল তা দেখার মত শক্তি লোকদের ছিল না বললেই চলে। | Sembra che Alexandre si sia aggirato nella zona alla ricerca di alcuni amici e dice: |
29 | | Jusqu'a présent pas de nouvelles de Michel Guerrier qui était coincé dans le building de la Dinasa au bas de delmas, ils étaient 8 a y être coincés, six ont pu être dégagés, a 2h am Michel et un autre étaient toujours coincés à l'intérieur et communiquaient par coups avec les sauveteurs. |
30 | ঘটনার পরে আলেকজান্ডার এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল। | Finora nessuna notizia di Michel Guerrier, rimasto bloccato nel palazzo Dinasa, giù a Delmas. |
31 | তার উদ্দেশ্য ছিল তার কিছু বন্ধুকে খুঁজে বের করা। | C'erano 8 persone intrappolate lì, 6 sono state liberate. |
32 | সে বলছে [ফরাসী ভাষায়]: এখন পর্যন্ত মাইকেল গুয়েরিয়র-এর কোন সন্ধান নেই। | Alle 2 di notte, Michel e qualcun altro erano ancora bloccati lì dentro e comunicavano con i soccorritori battendo dei colpi. |
33 | সে ডেলামাসের পাশে ডিনাসা ভবনে আটকে গিয়েছিল। | Tuttavia Alexandre condivide alcune informazioni rassicuranti: |
34 | সেখানে ৮ জন মানুষ আটকে আছে। এদের মধ্যে ছয়জনকে বের করে আনা হয়েছে। | Le centre de Pétion-Ville n'a pas subi de grand dommages, presqu'intact à part quelques maisons. |
35 | বেলা ২টা পর্যন্ত মাইকেল এবং আরেকজন সেখানে আটকা পড়েছিল। | Galerie Rivoli et d'autres immeubles semblent intacts. |
36 | সে দেওয়ালে বাড়ি মেরে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। | Il centro di Pétionville ha subito pochi danni, è quasi intatto eccetto per pochi case. |
37 | তবে তিনি কিছু ভালো সংবাদও শুনিয়েছেন: | La Galerie Rivoli e altri palazzi sembrano essere intatti. |
38 | পেতিওনাভিয়ের কেন্দ্রিয় অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েকটি ভবন ছাড়া এর পুরো অংশ অক্ষত রয়েছে। | Infine, più tardi nella stessa giornata, Réseau Citadelle ha rilanciato [fr] il suggerimento di un medico di prendersi cura delle vittime del terremoto negli altri ospedali dell'isola anzichè stare ad aspettare gli aiuti umanitari internazionali: |
39 | গালেরিয়ে রিভোলি এবং অন্যান ভবনও মনে হচ্ছে অক্ষত রয়েছে। | Envoyez les blessés dans le nord et dans tous les autres centres disponibles. |
40 | অবশেষে, সেদিনের শেষ বেলায় রজ্যুই সিটাডেল ছড়িয়ে দিয়েছিল এক ডাক্তারের পরামর্শ । | Nous sommes prêts à les servir. Je pense que la majorité des médecins de ce pays pensent la même chose que moi. |
41 | তিনি আন্তর্জাতিক মানবিক সাহায্যের অপেক্ষা না করে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্বীপের অন্য হাসপাতালে নিয়ে যাবার প্রদান করেন: | Nous avons été formés dans ce pays, par les ressources de ce pays, donnez nous les médicaments et les matériels nécessaires pour que nous puissions servir. |
42 | আহত ব্যক্তিদের উত্তরে এবং দেশের অন্য যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। | Portate i feriti al nord e in tutti gli altri centri sanitari disponibili. |
43 | তাদের যত্ন নেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। | Siamo pronti a fornire loro assistenza. |
44 | আমি মনে করি দেশের বেশিরভাগ ডাক্তার আমার মতই ভাবছে। | Credo che la maggioranza dei medici del Paese la pensino proprio come me. |
45 | আমরা এই দেশেই যা সম্পদ ছিল তার সাহায্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি। | Abbiamo fatto pratica in questo Paese, con le risorse disponibili in questo Paese. |
46 | আমাদের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি দিন, যাতে আমরা সাহায্য করতে পারি। | Dateci le medicine e gli strumenti necessari per garantire l'assistenza medica. |
47 | হাইতির ভূমিকম্পের উপরে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসে-এর বিশেষ পাতা এখানে রয়েছে। | Lo speciale di GV su Haiti è in continuo aggiornamento in inglese [in] e in italiano [it]. |