# | ben | ita |
---|
1 | হাইতি: ধ্বংসস্তুপ থেকে টুইট করা | Haiti: rilanci in diretta via Twitter |
2 | ভূমিকম্পে সৃষ্ট হাইতির ভয়ংকর অবস্থা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে, সে সময় একদল অসীম সাহসী স্থানীয় ও বিদেশ সাংবাদিক এবং সাহায্য কর্মী ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে টুইট করতে থাকে। | Mentre l'orrore del terremoto ad Haiti rimbalza in tutto il mondo, numerosi abitanti coraggiosi, reporter stranieri, e soccorritori continuano a inviare messaggi dal territorio grazie a Twitter. |
3 | এদের মধ্যে অনেকে সাহায্য এবং অর্থ জোগাড় করার জন্য কাজ করতে থাকে। অন্যরা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করে যে হাইতিতে কি ঘটেছে। | Alcuni stanno lavorando per raccogliere aiuti e fondi, mentre altri tentano semplicemente di mostrare al mondo quanto va accedendo ad Haiti. |
4 | তখনও অন্য অনেকে যে ভূমিকম্পের স্থান থেকে থেকে সংবাদ প্রদান করার চেষ্টা করে, তারা এই আশায় সংবাদ প্রদান করে যে, যারা বিদেশে আছে তাদের প্রিয় কেউ, এই সংবাদে হয়তো মানসিক ভাবে বেদনা উপশম করতে পারবে (এখন পর্যন্ত অনলাইনে আহত ও নিহতদের সম্বন্ধে খুব সামান্য তথ্য পাওয়া প্রকাশ করা গেছে)। | Altri informano riguardo incidenti in luoghi specifici, nella speranza di alleviare le preoccupazioni dei propri cari all'estero. Da subito, molte persone sul territorio hanno inviato messaggi via Twitter parlando del caos che regna ad Haiti al momento. |
5 | আজ দিনের শুরুতে, মাটির উপর দাঁড়িয়ে অনেক লোক হাইতির বর্তমান বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতির উপর টুইট করে। | |
6 | @ফ্রিডোডুপক্স বলেন: | @fredodupoux ha scritto [in]: |
7 | সব জায়গায় মৃতদেহ ছড়িয়ে আছে। | fredodupoux scrive da Haiti: |
8 | আমি পোর্ট-অ-প্রিন্স কোথাও কোন এম্বুলেন্স বা কোন পেশাদার ব্যক্তি দেখতে পাচ্ছি না যারা এ সবের যত্ন নেবে। | I cadaveri si trovano dappertutto, non ho visto né un'ambulanza, né cure mediche professionali da nessuna parte di Port-au-Prince. |
9 | @বাহাটিআপ যথেষ্ট পরিমাণ পুলিশের উপস্থিতির কথা জানাচ্ছে: | @bhatiap ha osservato [in] la mancanza delle forze di polizia: |
10 | রাস্তায় কদাচিৎ পুলিশের উপস্থিতি চোখে পড়ছে। | bhatiap scrive sull'assenza della polizia |
11 | আদেশ প্রদান করতে কাউকে দেখা যাচ্ছে না। | Quasi niente polizia nelle strade. |
12 | বোস্টন ভিত্তিক @ পিআই_এইচ. | Nessuno sta facendo rispettare l'ordine. |
13 | অর্গ (পার্টনারস ইন হেল্থ নামক সংগঠন) জরুরীভিত্তিতে ডাক্তারদের খুঁজে বেড়াচ্ছিল, বিশেষ করে যারা অর্থোপেডিক্স বা ভাঙ্গা হাড় জোড়া লাগায় সেই সব ডাক্তারদে। | Da Boston@PIH_org (Partners in Health) sta attivamente cercando medici [in], soprattutto ortopedici, da inviare ad Haiti: |
14 | এদের প্রতিষ্ঠানটি হাইতিতে পাঠানোর জন্য খুঁজছিল: | L'organizzazione Partners in Health di Boston sta cercando medici volontari |
15 | আমরা অর্থপেডিক ডাক্তারদের খোঁজ করছি এবং চিকিৎসা ক্ষেত্রে অন্য সব প্রয়োজনীয় ব্যক্তিদের। | Stiamo cercando chirughi ortopedici e altro personale medico. |
16 | দয়া করা এই বার্তাটি ছড়িয়ে দিন! এইচটিটিপি://বিট. | Per favore diffondete la voce! http://bit.ly/4tEmfx |
17 | এল/৪টিমেফেক্স কিছুকিছু টুইটার ব্যবহারকারী বিশেষ ভবন, রাস্তায় দাঁড়িয়ে সংবাদ প্রদান করে এবং অন্য যারা পরিবার অথবা সারা দেশ থেকে সংবাদ জানার চেষ্টা করছে তাদের জন্য বাস্তব ধর্মী সংবাদ প্রদান করছে। | Qulcuno rilancia notizie su specifici edifici, strade, e altre informazioni utili per coloro che stanno cercando qualche famigliare o che stanno tentando di spostarsi attraverso il Paese. |
18 | @ ইয়াটালে জানাচ্ছে রাস্তা দিয়ে রাজধানী পোর্ট-অ প্রিন্স থেকে জাকমাল শহরে যাওয়া অসম্ভব: | @yatalley informa dell'impracatibilità della strada che collega la capitale, Port-au-Prince, alla città di Jacmel [in]: |
19 | পোর্ট-অ-প্রিন্স থেকে থেকে জাকমেল যাবার রাস্তার মাঝখানটি নষ্ট হয়ে গেছে এবং এটি পার হয়ে যাবার কোন উপায় নেই।.. | Yael Talleyrand scrive da Jacmel, Haiti La strada da Port-au-Prince a Jacmel è tagliata ed è impossibile passare…sia su un rinoceronte o in motocicletta. |
20 | এমনকি কোন রাইনো বা মোটরসাইকেলেও নয়। | @RAMHaiti scrive sulla vasta distruzione dei luoghi di culto. |
21 | @রামহাইতি জানাচ্ছে যে হাইতির ব্যাপক উপসনালয়গুলো ধ্বংস হয়ে গেছে। | Riguardo ad una chiesa di Port au Prince ha detto [in]: |
22 | পো্র্ট-অ-প্রিন্সের এক বিশেষ গির্জা থেকে তিনি এই সংবাদ প্রদান করেন। | Richard Morse posta su Twitter da Port au Prince |
23 | তিনি বলেন: পোর্ট অ প্রিন্সের-এর দি সেন্ট জেরার্ড চার্চ অলফসনের পেছনে অবস্থিত। | La chiesa di San Gerardo si trova a Port-au-Prince dietro l'Oloffson. |
24 | এটা ধ্বংস হয়ে গেছে। এর বাইরে স্কুলটিও ভেঙ্গে পড়েছে। | È stata distrutta, la scuola che si trova dietro è collassata. |
25 | @ফ্রিডোডুপক্স পোর্ট-অ-প্রিন্সের বাইরে অবস্থিত ডেলমাস নামক এলাকায় যাওয়ার সাহস করেছেন। | @fredodupoux si è avventurato nel distretto di Delmas [in] alla periferia di Port au Prince, un'area che ha subito i peggiori danni. |
26 | এই এলাকাটি ধ্বংসকাণ্ডের সময় পুড়ে যায়। | Questo il suo post su Twitter [in]: |
27 | তিনি টুইট করেছেন: | Frederic Dupoux parla delle devastanti distruzioni a Delmas |
28 | মনে হচ্ছে ডেলমাসে একতলার চেয়ে উঁচু যে কোন ভবন ভেঙ্গে মেঝের উপর পড়ে আছে…. | Sembra che a Delmas non sia rimasto nessun edificio alto più di un piano…#haiti. |
29 | #হাইতি যখন টু্ইট চলছে, তখন এর চিহ্ন রাখার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। | Mentre i messaggi continuano a riversarsi su Twitter, ci sono numerosi modi per essere aggiornati. |
30 | @জর্জিয়াপ বেশ কিছু টুইটার ব্যবহারকারীর তালিকা তৈরি করেছে যারা হাইতির ঘটনার উপর টুইট করেছে। | @georgiap ha creato un elenco di utenti Twitter [in] dal territorio di Haiti. |
31 | এই বিষয়ের উপর আমার ভিন্ন এক তালিকা রয়েছে যা এই বিষয়ে কাজ করা সাহায্যকারী সংস্থা ও সাংবাদিকদের তালিকা। | C'è poi un altro elenco [in] che contiene organizzazioni umanitari e reporter operanti sul territorio. |
32 | এবং এই বিষয়ে আরো তথ্যের জন্য গ্লো্বাল ভয়েসেসের হাইতির উপর তৈরি করা বিশেষ সংবাদের পাতায় চোখ রাখুন। | Lo speciale di GV su Haiti è in continuo aggiornamento in inglese [in] e in italiano [it]. Email |
33 | | scritto da Jillian C. |
34 | | York |
35 | | tradotto da Tindaro Cicero |