# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এবং সম্মিলিত শক্তি | Global Voices: la forza della collaborazione |
2 | আপনি কী কখনো ভেবে দেখেছেন গ্লোবাল ভয়েসেসে আমরা কিভাবে কী করি? | Vi siete mai chiesti come funziona di fatto il processo editoriale di Global Voices? |
3 | এই যে এখানে আমাদের পর্দার অন্তরালের দৃশ্য, দেখুন কীভাবে আমাদের ৭০০ জনেরও বেশি বৈচিত্র্যময়, বৈশ্বিক এবং সম্পূর্ণভাবে ভার্চুয়াল কমিউনিটি কাহিনীগুলোকে একসঙ্গে টেনে নেয়। | Ecco perciò uno sguardo sull'attività dietro le quinte, per raccontanvi brevemente in che modo la nostra comunità, eterogenea, globale e interamente virtuale, composta da oltre 700 membri, ricerca, cura e pubblica gli articoli quotidiani. |
4 | প্রতিদিন আমাদের বিভাগীয় প্রধান, সম্পাদক এবং স্বেচ্ছাসেবী লেখক ও অনুবাদকেরা নাগরিক ও সামাজিক মিডিয়ার সেরা খবরটিকে বিবর্ধিত করার জন্যে সীমান্ত, সময় অঞ্চল এবং ভাষার বন্ধন অতিক্রম করে, অনলাইন মত প্রকাশের স্বাধীনতার উপর রিপোর্ট করে এবং অন্যান্যদেরকে বৈশ্বিক আলোচনায় যোগদানে সমর্থন যোগায়। | Ogni giorno i nostri coordinatori, redattori, traduttori e autori volontari lavorano insieme superando le barriere temporali e linguistiche, così da diffondere i milgiori contenuti apparsi sui citizen e social media, affermando la libertà d'espressione online e coinvolgendo altri in questa conversazione globale. |
5 | এই বছরের তহবিল সংগ্রহ প্রচারাভিযান শুরু করার জন্যে একটি নিবন্ধ কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা ভেঙ্গে বলার মধ্যে জিভিকে এতটা অনন্য করে তুলতে কিভাবে অনেকগুলো মানুষের সমন্বিত প্রচেষ্টা একত্রিত হচ্ছে তা দৃশ্যমান হয়। | Per lanciare la raccolta fondi per le feste di fine anno, vi raccontiamo come è nato e si è sviluppato uno dei nostri post più recenti, dimostrando come grazie al lavoro coordinato di diverse persone Global Voices è diventato questo strumento unico e particolare. |
6 | ২৩শে অক্টোবর, ২০১২: ব্রাজিলের ফোর্টালিজা থেকে জোয়াও মিগুয়েল তার পর্তুগীজ ভাষা গোষ্ঠীর মেইলিং তালিকার সহকর্মী স্বেচ্ছাসেবকদেরকে ব্রাজিলীয় প্রদেশ মাতো গ্রাসো দো সুলে পৈতৃক জমি থেকে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জাতিগত গোষ্ঠী গুয়ারানি কাইওয়াদের উচ্ছেদের হুমকির একটি ঘটনা ই-মেইল করেছেন। | 23 ottobre 2012: João Miguel, da casa sua a Fortaleza in Brasile, invia una email agli altri volontari di GV in portoghese, raccontando di una situazione che riguarda i Guaraní Kaiowá, il secondo più grande gruppo indigeno del Brasile, che vive sotto la minaccia di essere cacciato dalle proprie terre ancestrali in Mato Grosso do Sul. |
7 | জ্যানেট যুক্তরাজ্যে বসে ইংরেজিতে দ্রুত ছোট্ট একটি পোস্ট লিখেন আর ব্রাজিল, পর্তুগাল এবং স্পেনের পাঁচটি বিভিন্ন শহরে থাকা দলের অন্য ছয় সদস্যরা সেই গল্পটি নিয়ে গবেষণা কর্মে লিপ্ত হয়ে পড়েন। | Janet, in Gran Bretagna, scrive rapidamente un breve post in inglese, mentre altri sei membri del gruppo in cinque città sparse tra il Brasile, il Portogallo e la Spagna, si mettono al lavoro cercando maggiori dettagli sulla vicenda. |
8 | ২৪শে অক্টোবর, ২০১২: গ্লোবাল ভয়েসেসের পর্তুগীজ ভাষার সম্পাদিকা সারা পর্তুগিজ ভাষায় গল্পটি প্রকাশ করেন দিয়েগো, এলিসা, জোয়াও মিগুয়েল, লুইস এবং রাফায়েল-এর সহযোগিতায়। | 24 ottobre 2012: Sara Moreira, editor di Global Voices in portoghese, pubblica la storia in portoghese in collaborazione con Diego, Elisa, João Miguel, Luís e Raphael. |
9 | ২৫শে অক্টোবর, ২০১২: জ্যানেট টুকরোটি ইংরেজিতে অনুবাদ শুরু করেন লন্ডনে আমাদের বহুভাষিক সম্পাদিকা পলা এবং এম্বেডেড ভিডিওগুলোর সাবটাইটেলে সাহায্য করার জন্যে ফোর্টালিজায় থাকা জোয়াও মিগুয়েলের উপর নির্ভর করে। | 25 ottobre 2012: Janet inizia a tradurre l'articolo in inglese, e con l'aiuto di colleghi multilingue Paula Goes a Londra e João Miguel a Fortaleza, lavora ai sottotitoli del video incluso nell'articolo. |
10 | ইংরেজি সংস্করণটি পাঠানো হয় সহ-সম্পাদকের মেইল তালিকায় যেখান থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ণের কেভিন এটা তুলে নেন। কেভিন পোস্টটির প্রুফরিড (অশুদ্ধ সংশোধন) করার পর এটি প্রকাশিত হয় গ্লোবাল ভয়েসেসের ইংরেজি সাইটে। | La versione inglese passa poi nelle mani del coordinatore della mailing list e viene preso in consegna da Kevin Rennie a Melbourne - il quale corregge la bozza e pubblica il testo finale su Global Voices in inglese. |
11 | মাত্র কয়েক ঘন্টার মধ্যে তিনটি মহাদেশের পাঁচটি দেশের সাতটি শহরের নয়জন মানুষ “গুয়ারানি কাইওয়ার প্রতিরোধের আর্তনাদ” কাহিনীটি পর্তুগীজ এবং ইংরেজীতে বিশ্বে ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে। | In poche ore, nove persone - sparse in tre continenti, cinque Paesi e sette città diverse - hanno collaborato per raccontare al mondo “Il grido di resistenza dei Guarani Kaiowá” in portoghese e in inglese. |
12 | ২৬শে অক্টোবর, ২০১২: ইনেস পোস্টটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন। | 26 ottobre 2012: Ines ha tradotto il post in francese. |
13 | ৩১শে অক্টোবর, ২০১২: ক্রিস্টিনা, মারিও এবং গ্যাব্রিয়েলা যথাক্রমে কাতালান, জার্মান এবং স্প্যানিশ ভাষায় পোস্টটি অনুবাদ করেছেন। | 31 ottobre 2012: Cristina, Mario e Gabriela lo traducono rispettivamente in catalano, tedesco e spagnolo. |
14 | ২রা নভেম্বর, ২০১২: গিউলিয়া পোস্টটি ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। | 2 novembre 2012: Giulia lo traduce in italiano. |
15 | ঠিক এই মুহূর্তে সীমান্ত, সময় অঞ্চল এবং ভাষার বন্ধন পেরিয়ে গ্লোবাল ভয়েসেসের অন্যান্য দলগুলো গুরুত্বপূর্ণ নাগরিক-ঘটিত গল্পগুলোকে বিবর্ধিত করে তোলার জন্যে ঠিক একই কাজ করছে, মূলধারার মিডিয়ার যেগুলো কাভার করার সময় বা আগ্রহ নেই। | In questo preciso momento gli altri team di Global Voices stanno facendo esattamente l stesso, superando ogni differenza di fusi orari, frontiere e lingue, amplificando quelle storie importanti raccontate dai cittadini e che le testate tradizionali non hanno l'interesse o il tempo per prendere in considerazione. |
16 | বছরের পর বছর ধরে আমাদের সমর্থন করা ফাউন্ডেশনগুলোর গ্রহণ করা অর্থায়নের জন্যে আমরা কৃতজ্ঞ। তবে আমরা যা করি সেটা চালু রাখার জন্যে এবং স্বাধীন, মুক্ত ও টেকসই থাকার জন্যে আমরা আপনার মতো স্বাধীন বন্ধু এবং পাঠকদের উদার সমর্থনের উপরও নির্ভর করি। | Siamo grati alle fondazioni che ci hanno sostenuto finanziariamente in tutti questi anni, ma per poter continuare a fare ciò che facciamo, rimanendo indipendenti, liberi e sostenibili, dipendiamo dal generoso contributo di amici e lettori indipendenti come voi. |
17 | আপনার অনুদান সার্ভারের জায়গা, প্রশাসনিক খরচ, আমাদের ক্ষুদ্র-অনুদান কর্মসূচী এবং গ্লোবাল ভয়েসেসের কর্মীদের খরচ যোগানে সাহায্য করে। | Ogni contributo aiuta a coprire i costi del server, quelli amministrativi, dei progetti sul campo e dello staff editoriale. |
18 | এই ছুটির ঋতুতে, অনুগ্রহ করে গ্লোবাল ভয়েসেসের জন্যে একটি উপহার বিবেচনা করুন। | In occasione delle festività di fine anno, pensaci: non è forse il caso di fare un piccolo regalo a Global Voices? |
19 | এখনি দান করুন » | Versa un contributo! » |