# | ben | ita |
---|
1 | সুদান: দক্ষিণ সুদানের গণভোটের ছবি | Sudan: il referendum per il Sud Sudan in immagini |
2 | সম্প্রতি ৯ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত দক্ষিণ সুদানে এক গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে, সুদানের দক্ষিণ অংশ কি দেশটির সাথে থাকবে, নাকি স্বাধীন এক রাষ্ট্রে পরিণত হবে। | E' in corso nel Sud Sudan, dal 9 al 15 gennaio 2011, il referendum per decidere se la regione continuerà a fare parte del Sudan o se diventerà uno Stato indipendente. |
3 | এই সকল ছবি দক্ষিণ সুদানের ঐতিহাসিক গণভোটের দৃশ্যকে ধারণ করছে। | Queste foto testimoniano i momenti decisivi del referendum. |
4 | আমার আঙ্গুলের দিকে দেখ: | Ho votato con questo indice : |
5 | দক্ষিণ সুদানের এক মহিলা ভোট দেবার পর তার কালি মাখানো আঙ্গুল তুলে ধরেছে। | Una donna del Sud Sudan mostra il suo indice macchiato di inchiostro con il quale ha apposto il suo voto. |
6 | ছবি সোলেইমান আবদুল্লাহির সৌজন্যে পাওয়া। (এইচটিটিপি://ইউপিআইইউ. | Foto per gentile concessione di Suleiman Abdullahi (http://upiu.com/) |
7 | কম) ভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া | La lunga strada per votare: |
8 | ভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া। | La lunga strada per votare. |
9 | ছবি আলুন ম্যাকডোনাল্ডের সৌজন্যে পাওয়া। | Foto per gentile concessione di Alun McDonald |
10 | দক্ষিণ সুদানের নতুন পতাকা। | La nuova bandiera del Sud Sudan. |
11 | এই পতাকায় যে সব রঙ, তার অর্থ; এখানে কালো রঙ-দক্ষিণ সুদানের জনগণ, লাল-স্বাধীনতার জন্য যে রক্ত প্রদান করা হয়েছে, সবুজ-এদেশের মাটি, নীল- নীল নদের পানি, সোনালী তারা-দক্ষিণ সুদানের জনগণের একতার প্রতীক। | Questo è il significato dei colori: Nero - il popolo del Sud Sudan, Rosso - il sangue versato per la libertà, il Verde è la terra, il Blu simboleggia le acque del Nilo e la stella dorata è l'unità delle regioni del Sud Sudan. |
12 | দক্ষিণ সুদানের নতুন পতাকা। | La nuova bandiera del Sud Sudan. |
13 | ছবি গুইলিয়ো পেট্রাকোর সৌজন্যে পাওয়া।. | Foto per gentile concessione di Giulio Petrocca. |
14 | স্বাধীনতার জন্য এক দীর্ঘ অপেক্ষা: | La lunga attesa per la libertà: |
15 | ভোটাররা ভোট দেবার জন্য ঘন্টার পর ঘন্টা ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। | Gli elettori aspettano pazientemente per ore. |
16 | ছবি আন্তর্জাতিক উদ্ধার সংস্থার। | Foto per gentile concessione di The International Rescue Committee |
17 | দৃশ্যত: দেখা যাচ্ছে দক্ষিণ সুদানের টিভি আরবী ভাষায় বানান করতে পারে না। | Evidentemente, la tv del Sud Sudan non è in grado di scrivere correttamente in arabo: |
18 | দক্ষিণ সুদানের টিভি চ্যানেল ঠিকমত আরবী ভাষায় বানান লিখতে পারেনি। তারা সাওয়াত ( صوت বা কণ্ঠস্বর) এর বদলে সোইয়িত (صويت ) লিখে রেখেছে। | La tv del Sud Sudan non è in grado di scrivere correttamente in arabo: صويت invece di صوت . |
19 | ছবি সাতে৩ এর সৌজন্যে পাওয়া। | Foto per gentile concessione di Sate3 |
20 | কি ভাবে ব্যালট পেপারে সিল মারতে হবে: | Come si indica la propria preferenza di voto: |
21 | কি ভাবে গণভোটের জন্য প্রদান করা ব্যালট পেপারে সিল মারতে হবে। | Come indicare la propria preferenza di voto sulla scheda |
22 | স্বাধীনতার জন্য ভোট প্রদান করার অপেক্ষায়: | Aspettando di votare per la libertà: |
23 | দক্ষিণ সুদানের লোকেরা স্বাধীনতার জন্য ভোট প্রদানের অপেক্ষায়। | Sudanesi del sud in coda per votare per la propria libertà. |
24 | ছবি ডেভিড ম্যাকেঞ্জির সৌজন্যে পাওয়া | Foto per gentile concessione di David McKenzie |
25 | ভোটার কার্ড: | Le schede elettorali: |
26 | ভোট প্রদান করার জন্য যে ভোটার কার্ড দক্ষিণ সুদানের জনগণ ব্যবহার করছে। | Le schede elettorali che i sudanesi del sud hanno usato per votare. |
27 | ছবি উসামাহ-এর সৌজন্যে পাওয়া | Foto per gentile concessione di Usamah |
28 | আপনি কি আমার জন্য একটা চেয়ার নিয়ে আসবেন?: | Mi porteresti una sedia? |
29 | ভোট দেবার লাইনটি ছিল অনেক দীর্ঘ। | La coda era molto lunga. |
30 | ভোট দেবার জন্য লোকজন চেয়ার নিয়ে এসেছিল। | La gente si è attrezzata per sedersi. |
31 | ছবি আন্তর্জাতিক উদ্ধার কমিটির। | Foto per gentile concessione di The International Rescue Committee |