Sentence alignment for gv-ben-20110806-19223.xml (html) - gv-ita-20110807-43227.xml (html)

#benita
1বলকানঃ জনগোষ্ঠীর অর্ধেক অংশ ইন্টারনেট ব্যবহার করেBalcani: più di metà della popolazione ha accesso ad internet
2বলকান/প্রাক্তন যুগোস্লাভিয়ার প্রায় ১ কোটি ৫০ হাজার নাগরিক ইন্টারনেট ব্যবহার করে, যা উক্ত এলাকার মোট জনগোষ্ঠীর ৫১. ৭ শতাংশ।Secondo una recente indagine [sr, come i link successivi tranne ove diversamente segnalato], nella regione dei Balcani, nei Paesi della Ex-Jugoslavia, si contano più di 10.5 milioni di utenti internet, circa il 51.
3সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে আসে [ সার্বীয় ভাষায় প্রকাশ করা নীচের তালিকাটি দেখুন]। হুগো মিডিয়া এই তথ্য [.7% della popolazione totale della regione [di seguito si riporta la tabella dati relativa].
4জিপ আকারে প্রকাশ করা, সার্বীয় ভাষায়] উদ্ধৃত করেছে, এটি তারা করেছে মার্কো টোমিচ-এর সাথে যৌথ ভাবে মিলে।
5মার্কো তোমিচ, বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশনাল সায়েন্স-এর এক ছাত্র। এই রিপোর্ট প্রদর্শন করছে যে স্লোভানিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশী (৬৩.I dati [.zip], riportati da Huge Media e prodotti in collaborazione con Marko Tomić, uno studente della Facoltà di Scienze Organizzative, dell'Università di Belgrado, presentano valori più alti di diffusione del servizio internet in Slovenia (63.
6২৯ শতাংশ) , অন্যদিকে বসনিয়া এবং হার্জেগোভিনায় ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে কম (৫১.29%); i più bassi, invece, si registrano in Bosnia-Erzegovina (51.
7৭৬ শতাংশ ব্যক্তি এখানে ইন্টারনেট ব্যবহার করে)।76% di utenti internet).
8এটা একটা বেশ কৌতূহলজনক বিষয় যে সার্বীয় এবং ক্রোয়েশীয় জনগোষ্ঠীর অর্ধেক অংশ ইন্টারনেটে বেশীরভাগ সময় কাটায়, এবং এই প্রবন্ধের লেখকরা যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে বিবেচনা করছেন [সার্বীয় ভাষায়] যে সার্বীয়ার পরিসংখ্যান বিভাগ (আরাজেডএস) ইন্টারনেটের ব্যবহার নিয়ে যে গবেষণা করেছে, তা পুর্নাঙ্গ নয়ঃDi interesse il dato che mostra come più della metà della popolazione serba e croata abbia accesso ad internet, anche se gli autori dell'indagine confermano la mancanza di una completa valutazione statistisca dell'utilizzo di internet da parte dell'Ufficio Statistico della Repubblica Serba (RZS):
9………ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, আমরা মনে করি আরজেডএস যে মুল্যায়ন করেছে তা পুর্নাঙ্গ নয় এবং এ ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে অন্তভুর্ক্ত করা হয়নি।… Per quanto riguarda l'utilizzo di internet, pensiamo che le stime prodotte dagli uffici preposti della Repubblica Serba siano incomplete e non includano gli utenti con accesso ad internet tramite apparecchi cellulari.
10[তারা] কেবল এক বিশেষ সংখ্যার ডাটা যাচাই করে দেখেছে এবং আমাদেরকে এক বিশেষ বিষয়ে তথ্য প্রদান করেছে, কিন্তু তারা আমাদের সামনে ইন্টারনেট ব্যবহারের পুরো চিত্রটি তুলে ধরতে পারেনি।Sono stati esaminati alcuni database che forniscono elementi d'indagine solo su particolari settori, ma che non danno le informazioni a 360° gradi che ci servivano.
11ফেসবুক এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট মাধ্যমঃ সার্বীয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৭০ শতাংশ নাগরিকের ফেসবুক একাউন্ট রয়েছে, এবং ক্রোয়েশিয়ার শতকরা ৬০ শতাংশের ফেসবুক একাউন্ট রয়েছেঃFacebook è il sito più visitato: più del 70% degli utenti internet serbi e il 63% di quelli croati ha un profilo Facebook:
12এই এলাকার লোকজন গড়ে ২৫ মিনিটের মত সময় ফেসবুকে কাটায় (সার্বীয় এবং ক্রোয়েশীয় উভয় জনগোষ্ঠী) এবং সার্বীয়ার একজন ফেসবুক ব্যবহারকারী গড়ে দিনে ১৬ বার ফেসবুক যাচাই করে থাকে, একই সময় ক্রোয়েশীয় নাগরিকরা দিনে গড়ে ১৩ বার ফেসবুক যাচাই করে থাকে। […]Il tempo medio speso su Facebook in una giornata è di 25 minuti (sia per Serbia che Croazia), e l'utente medio serbo controlla il suo profilo Facebook 16 volte al giorno, mentre quello croato 13. […]
13ফেসবুকের ব্যবহার ক্রমে বাড়তে থাকার বিষয়টি সার্বীয়া এবং ক্রোয়েশীয়ার বাসিন্দা নয় এমন ব্যক্তিদের ফেসবুক ব্যবহারের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায়, যারা ভ্রমণের সময় সামাজিক প্রচার মাধ্যমের ব্যবহার করে থাকে।Il numero crescente di utenti Facebook può essere spiegato dalla componente di popolazione non residente in Serbia e Croazia, che usa il social network per mantenere contatti nel Paese d'origine quando visita queste località.
14বলকানের অন্য দেশসমূহের অনলাইনে সামাজিক গতিশীলতা এবং ফেসবুক কার্যক্রম এদের থেকে খুব একটা আলাদা নয়।Le dinamiche sociali online, così come le attività di accesso a Facebook non cambiano molto negli altri Paesi balcanici.
15গত বছর আমরা সার্বীয়ার সেই সব তরুণদের অনলাইন ব্যবহারের উপরযে তথ্য প্রকাশ করেছিলাম যারা তাদের বেশীরভাগ সময় অনলাইনে কাটায়, এর মাধ্যমে তাদের বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখে (৬১ শতাংশ), তাদের কর্মকাণ্ড পছন্দ করে (৬৬ শতাংশ), একে অন্যের সাথে উপাদান এবং তথ্য আদান প্রদান করে ( ৫৬ শতাংশ) ব্যক্তিগত বার্তা পাঠায় (৪৭ শতাংশ) এবং এখানে গেম খেলে (২২.L'anno scorso, abbiamo pubblicato una serie di dati sui giovani adulti serbi [it], analizzando le attività più comuni e frequenti svolte sul famoso social network. Il 61% dei giovani adulti serbi utilizza il profilo Facebook per comunicare con amici, il 66% per commentare lo status dei suoi contatti [con la funzione “mi piace”], il 56% per condividere contenuti ed informazioni, il 47% per scrivere messaggi privati e il 22.
16৪ শতাংশ) নাগরিক।4% per giocare.
17জটিল সব ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম চিহ্নিত করা এবং তাদের উপর মনোযোগ প্রদানের জন্য বলকান অঞ্চলের দেশসমূহ ডাটা সংগ্রহ করতে পারে এবং তা ব্যবহার করতে পারে, যাতে তারা এই ডাটার ভিত্তিতে তাদের নীতি এবং কার্যক্রম নির্ধারণ করতে পারে।Le istituzioni di statistica e formazione in ogni Paese della regione potrebbero produrre ed usare i dati descritti sulle attività online più rilevanti per individuare utenti pericolosi o per progettare politiche pubbliche e piani d'azione.
18এখানে ব্যবহারকারীদের বয়স এবং অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো লক্ষ্য করা বেশ কৌতূহলজনক ব্যাপার।
19একই সাথে অন্য সব ইন্টারনেট সেবা এবং সামাজিক প্রচার মাধ্যমে যে সব অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ অনুষ্ঠিত হয় সে সবের বিশ্লেষণ বেশ কৌতূহলজনক হবে।Sarebbe interessare studiare la distribuzione di età tra gli utenti, insieme ad altre variabili demografiche, così come produrre analisi sulle interazioni sociali online su altre piattaforme o social media.
20সম্প্রতি সার্বীয়ায় তরুণ, ছাত্র, শিক্ষক এবং পণ্ডিতদের ইন্টারনেট ব্যবহারের উপর গবেষণা চালানো হচ্ছে, কিন্তু তা করা হচ্ছে অনেক সীমিত আকারে। এমন ভাবে তা করা হচ্ছে যা দিয়ে পুরো বলকানের সামগ্রিক জনসংখ্যার চিত্র তুলে ধরা সম্ভব নয়।Ad oggi, l'indagine [en] è stata condotta sull'uso dei social media tra i giovani adulti, studenti ed insegnanti, nella Repubblica Serba, ma il campione è limitato, non potendo in alcun modo generalizzare i risultati a tutta la popolazione balcanica.
21ভবিষ্যৎ-এ, প্রতিটি রাষ্ট্র আলাদা আলাদা ভাবে জাতীয় পর্যায় থেকে প্রাপ্ত ডাটা নিয়ে কাজ করতে পারে, যাতে তার একে অপরের পরিসংখ্যান বিশ্লেষণ করতে পারে।Ogni Paese dovrebbe lavorare sui suoi dati nazionali per poter così strutturare analisi di confronto sulla macro-area balcanica nel futuro.