# | ben | ita |
---|
1 | এক নতুন শিশুতোষ বইয়ের সংগ্রহশালা রাজকন্যার ধারণাকে পাল্টে দেওয়ার লক্ষ্য গ্রহণ করেছে | Le sconvolgenti “anti-principesse” latine di una nuova serie di libri per bambini |
2 | রাজকন্যা বনাম অসাধারণ নারী। | Principesse vs. Donne straordinarie. |
3 | ফ্রিদা কাহলো এবং ভিওলেতা পাররা-এর কাহিনী দ্বারা অনুপ্রাণিত। | Queste storie sono ispirate a Frida Kahlo e Violeta Parra. |
4 | আর্জেন্টিনার প্রকাশনা সংস্থা সুদেস্তাদা শিশুদের বইয়ের এক সংগ্রহশালার উদ্বোধন করেছে, এর শিরোনাম “রাজকন্যা বিরোধী”, যা মেক্সিকোর চিত্রশিল্পী ফ্রিদা কাহলো এবং চিলির সুরকার ভিয়োলেত্তা পাররা কাহিনী। যে শিরোনামের উপর ভিত্তি করে এই সংগ্রহশালা তৈরি করা হয়েছে, তারা এর প্রধান চরিত্র। | La casa editrice argentina Sudestada ha lanciato una raccolta [es, come tutti i link seguenti] di libri per bambini intitolata “Anti-principesse” che vede come personaggi principali la pittrice messicana Frida Kahlo e la compositrice cilena Violeta Parra. |
5 | এই সব গল্পের নায়িকার কোন রাজপ্রাসাদে বাস করে না, কিংবা তারা কোন সুদর্শন রাজকুমারের অপেক্ষায় থাকে না, যে এসে তাদের উদ্ধার করবে। | Le eroine di queste storie non vivono in una castello e non aspettano neanche che il principe azzurro venga a salvarle. |
6 | তাদের মধ্যে একমাত্র যে মিল রয়েছে তা হচ্ছে তারা ল্যাটিন আমেরিকার নাগরিক এবং তাদের সময়ের যে বিবর্ণতা, তা থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। | L'unica cosa che hanno in comune è che sono donne sudamericane scampate ai cliché del loro tempo. |
7 | নাদিয়া ফিঙ্ক, এই সকল বিস্তারিত কাজের লেখিকা, তিনি বলেছেন ল্যাটিন আমেরিকার এই সকল ঐতিহাসিক চরিত্র ইউরোপের রাজকন্যাদের নিয়ে বলা গল্পের মাঝে সুস্পষ্ট ভাবে এক বৈসদৃশ্য তুলে ধরে: | Nadia Fink, l'autrice di questi lavori illustrati, dice che queste figure storiche dell'America Latina offrono il perfetto contrasto con le classiche storie delle principesse europee: |
8 | রাজকন্যা বিরোধী এই বিষয়টি ল্যাটিন আমেরিকার চলতে থাকবে কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের আমেরিকার গল্প বলতে থাকব, যে আমেরিকার এমন এক মহাদেশ যা আমাদের সেই ভাবে পরিচালনা করে যাতে আমাদের অনুভুতি তার প্রতি ধাবিত হয় এবং যে মহাদেশ আমাদেরকে আমাদের পরিচয় প্রদান করে। | Le Anti-Principesse rimarranno latino americane perché abbiamo deciso di raccontare la storia della nostra America, in un continente che smuove i nostri sentimenti per esso e che ci identifica. |
9 | ইউরোপে যে সকল রাজকন্যার গল্প বলা হয় আমরা সেগুলোর সাথে খানিকটা বৈপরীত্য রাখার চেষ্টা করেছি, আমাদের দেশের সংস্কৃতি এবং দৃশ্যপট থেকে যার দূরত্ব অনেক বেশী। | Abbiamo provato un poco a contrapporle con le fiabe delle principesse europee, così lontane dalla nostra cultura e dai nostri paesaggi. |