Sentence alignment for gv-ben-20101213-14028.xml (html) - gv-ita-20101217-27717.xml (html)

#benita
1ভারত: শাড়ী সন্ত্রাসীদের কোন পোশাক নয়India: il sari non è un indumento da terroristi
2ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাকে স্মারক প্রদান করছেন। ছবি লরেন্স জ্যাকসনের।L'ambasciatrice indiana Meera Shankar incontra il Presidente degli Stati Uniti Barack Obama.
3যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে।Foto di Lawrence Jackson, dipartimento di Stato.
4পাবলিক ডোমেন থেকে নেওয়াDominio pubblico.
5যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসন-এভারস আন্তর্জাতিক বিমান বন্দরের নিরপত্তা যাচাই লাইন থেকে ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্করকে আলাদা করা হয় এবং তাকে ট্রান্সপোর্ট সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন (টিএসএস) নামক নিরাপত্তা কর্মীর মাধ্যমে প্যাট-ডাউন (পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রের সন্ধানে শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে তল্লাশী চালানো) নামের এক প্রক্রিয়ার মধ্য দিয়ে শরীর তল্লাশী করা হয়।L'ambasciatrice indiana negli Stati Uniti Meera Shankar [en, come tutti gli altri link] è stata trattenuta mentre aspettava il controllo di sicurezza all'Aeroporto Internazionale di Jackson-Evers, in Mississippi, ed è stata costretta a sottoporsi a una perquisizione completa da parte di un agente della Transport Security Administration (TSA).
6৪ ডিসেম্বর ২০১০, তারিখে শঙ্কর বাল্টিমোরের উদ্দেশ্য যাত্রা করার কথা ছিল, সেখানকার মিসিসিপি স্টেটস ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশ নেবার জন্য তিনি রওনা করেন, এবং যদিও তিনি তখনো বিমান বন্দরের মেটাল ডিটেকটর দিকে যাত্রা শুরু করেন নি, এমন সময় তাকে শাড়ী পরে থাকার কারণে অন্য যাত্রীদের থেকে আলাদা করা হয়।Il 4 dicembre 2010, la Shankar era prossima all'imbarco di un volo verso Baltimora dopo aver partecipato a un programma della Mississippi State University e, nonostante non avesse fatto scattare i metal detector dell'aeroporto, è stata fermata in quanto indossava il sari, l'abito tradizionale indiano.
7শাড়ী ভারতীয় নারীদের জাতীয় পোশাক। তিনি তার কূটনৈতিক মর্যাদার কথা উল্লেখ করেন, কিন্তু তা অন্য যাত্রীদের সামনে তার প্রতি বিরূপ আচরণ করাকে বন্ধ করেনি।L'ambasciatrice ha fatto riferimento al suo stato diplomatico, ma questo non ha impedito l'umiliazione di fronte agli altri passeggeri.
8গত সেপ্টম্বর মীরা শঙ্করকে শিকাগো বিমান বন্দরে একই ধরনের প্যাট-ডাউন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।Lo scorso settembre, la Shankar aveva subito una simile perquisizione a Chicago.
9এই ঘটনা দ্রুত ভারতে দ্রুত এক প্রতিবাদের ঝড় তোলে।L'incidente ha acceso forti proteste in India.
10ভারতীয় পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, যুক্তরাষ্ট্র যে ঘটনা ঘটল, তা সাধারণ কূটনীতির জন্য ভালো হল না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস.Il Segretario degli Esteri indiano Nirupama Rao ha affermato che l'incidente non dimostra buone capacità diplomatiche da parte degli Stati Uniti e il Ministro degli Esteri S.M. Krishna ha ribadito che questo fatto è inaccettabile per l'India.
11এম কৃষ্ণা পুনরাবৃত্তি করেন যে, এই ধরনের আচরণ ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। ভারতীয় বিরোধী দিল বিজেপি যুক্তরাষ্ট্রের দূতাবাসের সমানে এক বিক্ষোভ প্রদর্শন করে।Il partito d'opposizione indiano BJP ha manifestato vicino all'ambasciata americana in India chiedendo le scuse ufficiali da parte degli Stati Uniti.
12তাদের দাবী ছিল এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র যেন ভারতের কাছে ক্ষমা চায়।Anche la blogosfera è in pieno fermento all'emergere di nuovi dettagli.
13এই ঘটনার বিস্তারিত বিবরণ যত প্রকাশ পাচ্ছে ব্লগস্ফেয়ারে তত গুঞ্জন বাড়ছে।Le reazioni delle autorità americane sono miste.
14এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার মিশ্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।Il Dipartimento di Stato degli Stati Uniti ha contattato l'ambasciatrice esprimendo rammarico per l'incidente.
15যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য রাষ্ট্রদুতের কাছে দুঃখ প্রকাশ করেছে, সংবাদে প্রাপ্ত সূত্রানুসারে, টিএসএ তাদের কর্মকে এই কারণে সঠিক বলে উল্লেখ করে, যে কূটনীতিবিদেরা এই ধরনের তল্লাশী থেকে অব্যহতি পেতে পারেন না এবং “টিএসএ-এর নিরাপত্তা নীতি এবং প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রদূত শঙ্করকে তল্লাশী করা হয়”।
16এখানে উল্লেখ করা প্রয়োজন যে, সব যাত্রীকে টিএসএ-এর প্যাট- ডাউন নামক তল্লাশী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না, কেবল মাত্র যে সমস্ত যাত্রীর আগমনে মেটাল ডিটেকটর সঙ্কেত তৈরি করে, তবে সেই যাত্রীকে এক বিশেষ দৃশ্যমান যন্ত্রের যাচাইয়ের মাধ্যমে যেতে হয়।Tuttavia, secondo alcune notizie, la TSA ha difeso le proprie azioni facendo riferimento al fatto che i diplomatici non sono esenti dai controlli e la Shankar è stata “controllata secondo le linee e procedure di sicurezza della TSA”.
17এবং মিজ. শঙ্কর (মিজ; জনাব বা মি:-এর ইংরেজী স্ত্রীলিঙ্গ বাচক শব্দ;) ধাতব যাচাই পরীক্ষণ যন্ত্রের সামনে কোন রকম সঙ্কেত তৈরি করা ছাড়াই পার হয়ে যান।Bisogna ricordare che non tutti i passeggeri sono soggetti a perquisizioni ma solo quelli che fanno scattare il metal detector, e “la signora Shankar era passata attraverso la cornice metallica senza far suonare l'allarme”.
18যুক্তরাষ্ট্রের আরো বিশদ অনুসন্ধানের নীতি ঘোষনা করে যে, এ ধরনের যাচাইয়ের ক্ষেত্রে কর্মকর্তার অবশ্যই যৌক্তিক কোন সন্দেহ থাকতে হবে, অথবা আগেই পাওয়া কোন তথ্যে এ ধরনের অনুসন্ধান করে যদি হুমকির বিষয়টি পরিষ্কারভাবে জানা যায় অথবা কোন নিষিদ্ধ কোন বস্তু ব্যক্তির শরীরে রয়েছে, তাহলে কর্মকর্তারা কোন ব্যক্তিকে এ ভাবে তল্লাশী করতে পার।La regola d'eccezione che riguarda le perquisizioni alla frontiera americana afferma che l'agente deve avere ragionevoli sospetti o essere al corrente di precedenti informazioni per ritenere che il controllo rivelerà rischi o contrabbando, e potrebbe avere bisogno di uno standard più elevato o di un mandato approvato da un giudice per alcuni dei controlli più invasivi.
19আরো নিবিড় তল্লাশি চালানোর জন্য, অনেকের ক্ষেত্রে আরো বড় মাপের বাস্তবতা অথবা আদালতের আদেশ থাকতে হবে ।L'ambasciatrice si è sentita visibilmente umiliata per essere stata controllata pubblicamente all'interno di una cabina trasparente.
20দৃশ্যত এই ঘটনায় রাষ্ট্রদূত অপমানিত বোধ করেন, কারণ প্রকাশ্যে এক স্বচ্ছ কক্ষের মধ্যে এই তল্লাশী চালানো হয়।
21সেপিয়া মিউটিনি-তে পাভানি লিখেছে:Pavani, su Sepia Mutiny scrive:
22এই বিমান বন্দরে নতুন ধরনের শরীর যাচাই করার যন্ত্র বা স্ক্যানার ছিল না, কাজেই রাষ্ট্রদূতের জন্য আর অন্য কোন বিশেষ সুযোগ ছিল না।L'aeroporto in questione non aveva i nuovi scanner per il corpo che sono ormai disponibili e questa opzione non è stata data all'ambasciatrice.
23কাজেই বাইরে থেকে দেখা যায় এমন এক কক্ষ তার কাছে মোটেও গোপনীয় বলে মনে হয় না, বিশেষ করে যিনি গোপনীয়ভাবে তল্লাশী চালানোর জন্য অনুরোধ জানান।Difficilmente una cabina trasparente può rappresentare una soluzione sufficientemente riservata per qualcuno che è abbastanza a disagio da richiedere una perquisizione privata.
24সাধারণভাবে এক শাড়ি পড়ে থাকার ফলে যদি পুরো শরীরে প্যাট-ডাউন প্রক্রিয়া তল্লাশী চালানো হয়, তাহলে অবশ্যই তা গোপনীয় ভাবে করা উচিত, যেমনটা বলা যায়, যে কেউ ব্যক্তিগত গোপনীয়তা যাতে প্রকাশ না পায় সে ভাবে তল্লাশী চালানোর অনুরোধ জানাতে পারে।Se il semplice fatto di indossare un sari scatena un controllo completo, bisognerebbe offrire l'opzione di condurre tale controllo in privato, così come dovrebbe accadere per chiunque richieda un controllo non pubblico.
25বিবেক উপরের পোস্টের উপর মন্তব্য করেছে:Vivek commenta a proposito del precedente post:
26কোন সংবাদেই এই একটি ঘটনার উল্লেখ নেই যে যে টিএসএ-এর কর্মকর্তা আনা ডুসাশ তার উর্ধ্বতন কর্মকর্তা ক্রিস (আমরা কেবল এই ভদ্রমহিলার নামের প্রথম অংশটাই জানতে পরেছি) বাঁধা দেবার আগে, মীরা শঙ্করের শাড়ী খুলে ফেলার চেষ্টা করেন।Un fatto che non è comparso in nessuna delle notizie dei media è che l'ufficiale TSA Anna Dushas ha cercato di rimuovere il sari di Shankari prima che il suo supervisore, Kris (siamo a conoscenza solo del suo nome), intervenisse.
27এই ঘটনা শাড়ীকে উপেক্ষা করার এক দৃশ্য প্রদর্শন করে। শাড়ী দক্ষিণ এশিয়ার অনেক দেশের নারীদের পোশাক, এই অঞ্চল সহ সারা বিশ্বের অনেক দেশের লক্ষ লক্ষ নারী এই পোশাক পরে থাকে।L'incidente ha dimostrato l'ignoranza relativa al sari [it], l'indumento nazionale in molti paesi del sud Asia che è indossato da milioni di donne in quest'area e in tutto il mondo.
28এনওয়াইডেইলিনিউজ. কমের এক মন্তব্য প্রদর্শন করছে যে কতজন আমেরিকান শাড়ীকে অনুভব করে থাকে:Un commento su NY DailyNews.com dimostra quello che gli americani pensano del sari:
29এক সন্ত্রাসীর পোশাক পরুন এবং আপনি আশা করবেন, আপনার দেহে তল্লাশী চালানো হবে।Se indossi un vestito da terrorista devi aspettarti di essere controllato.
30ভালো কাজ করেছ হে টিএসএ-এর কর্মকর্তার। .Ottimo lavoro, TSA.
31বাহাই বিস্মিত:Bhai si chiede:
32যদি আমেরিকার কোন কর্মকর্তা (সিনেটর, রাষ্ট্রদূত..) যদি ভারতে একই ধরনের ঘটনার বিষয় হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কি ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করবে?Quale sarebbe la reazione degli americani se i loro ufficiali (senatori, ambasciatori…) fossero sottoposti a simili controlli in India?
33রান্ডম থটসের রাজিব মন্তব্য করেছেন:Rajeev at Random Thoughts sostiene invece:
34এই বিষয়ে ঘ্যানঘ্যান না করে, আমরা, ভারতীয়দের তাদের নিরাপত্তা পদ্ধতি থেকে কিছু শেখার রয়েছে এবং আমাদের পরিবেশে সকলকে এক কঠোর নিরাপত্তা তল্লাশির বিষয়ে পরিণত করারও দরকার রয়েছে।Piuttosto che lamentarci di quanto successo, in India dovremmo imparare una lezione dalle loro procedure di sicurezza e aumentare il livello dei controlli.
35আমাদের দেশের নিরাপত্তা খাতিরে আমরা অন্যদের মন্তব্য নিয়ে ভাবব না।In questioni relative alla sicurezza del nostro Paese non dovremmo curarci di opinioni altrui!!