# | ben | ita |
---|
1 | শ্রীলঙ্কার ডুরিয়ান গ্রাম | Sri Lanka: il villaggio del durian |
2 | ডুরিয়ান ফলের ছবি। | Immagine di un durian. |
3 | উকিপিডিয়া কমনস থেকে পাওয়া ছবি। | Fonte: Wikimedia Commons. |
4 | সিসি বাই-এসএ ৩. | CC BY-SA 3.0 |
5 | ০ রপ্তানি চাহিদা থাকায় “ফলের রাজা” নামে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকের কাছে সমাদৃত ডুরিয়ান ফলের চাষ শ্রীলঙ্কার দক্ষিণ অংশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। | La coltivazione di durian [it], considerato nel Sud-Est asiatico il “re dei frutti”, sta prendendo piede nelle zone meridionali dello Sri Lanka, grazie alla richiesta di esportazione. |
6 | শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয় ডুরিয়ান ফলের বাণিজ্যিক চাষের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে বলে অজিথ পারাকুম জায়াসিংহে রিপোর্ট করেছেন। | Il Ministro dell'Agricoltura dello Sri Lanka si è attivato per coltivarlo per fini commerciali, riporta Ajith Parakum Jayasinghe [en]. |
7 | গাম্পাহা জেলার মিনুঅয়াংগোডা বিভাগীয় সচিবালয়ে একটি ৩০ একর ডুরিয়ান গ্রাম প্রতিষ্ঠিত করা হবে। | Un villaggio di dodici ettari di durian verrà costituito nel segretariato divisionale di Minuwangoda nel Distretto di Gampaha. |