# | ben | ita |
---|
1 | ২০১৪ সালের ১৪ তম সপ্তাহে রাশিয়ান ভাষায় শীর্ষ ১০ টি টুইট | Russia: i 10 tweet più letti della settimana, 29 marzo – 4 aprile 2014 |
2 | রুশ টুইটারের শীর্ষ টুইটগুলো। | Top tweet nella twittersfera russa. |
3 | ছবিঃ কেভিন রথরক। | Fotomontaggio di Kevin Rothrock. |
4 | রুনেট ইকো নতুন ধারাবাহিক সৃষ্টির প্রবণতায় রুনেট টুইটারস্ফিয়ার অনুসরণ করে যাচ্ছে। | RuNet Echo prosegue la nuova serie sui trend nella twittersfera russa. |
5 | প্রতি সপ্তাহের শেষে রুনেট ইকো রাশিয়ান ভাষার শীর্ষ ১০ টি টুইট সংগ্রহ করবে। | Ogni settimana, RuNet Echo selezionerà per i lettori di Global Voices i dieci migliori tweet in lingua russa. |
6 | শীর্ষস্থান অধিকারকারী এই টুইটগুলো গ্লোবাল ভয়েসেসের পাঠকদের জন্য প্রকাশ করা হবে। টিজার্নাল ডট আরইউ'এর “সবচেয়ে ভালো টুইট” নির্বাচন প্রণালীর উপর ভিত্তি করে আমরা টুইট নির্বাচনের কাজটি করব। | Per la redazione della classifica vengono utilizzate le selezioni di Tjournal.ru, aggiornato in tempo reale [ru, come i link seguenti, tranne dove altrimenti indicato]. |
7 | যথা সময়ে এই নির্বাচন কাজের আপডেট এখানে দেওয়া হবে এবং এগুলো এখানে সহজেই পাওয়া যাবে। | #10 - Attacco a McDonald's, che ha chiuso i propri locali in Crimea. |
8 | #১০ - ম্যাকডোনাল্ডসের জন্য ক্রিমিয়ার দরজা বন্ধ, ফলে ক্রিমিয়াতে এর দোকানগুলোও বন্ধ | Al posto di McDonald's, apriremo un'altra catena di bagni gratuiti vicino alla stazione di Sinferopoli. |
9 | ম্যাকডোনাল্ডসের পরিবর্তে সিম্ফেরপোল রেল স্টেশনের কাছে আমরা একই মালিকানায় অনেকগুলো বিনামূল্যের বাথরুম তৈরি করব। | |
10 | #আকসেনোভ | #Aksenov |
11 | #৯ - নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ কার্যকর। | #9 - I social network aiutano nella ricerca di un ragazzo scomparso. |
12 | দয়া করে আবার টুইট করুন! | Per favore rilanciate! |
13 | #৮ - আড়ি পেতে শোনা | #8 - Sentito per caso. |
14 | যখন আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন ঘরবাড়ি পরিষ্কার করার জন্য, তখনকার সেই অনুভূতি। | Lo stato d'animo di quando senti che i tuoi genitori ti hanno messo al mondo per pulire la casa. |
15 | #৭ -“তথ্য যুদ্ধের” বিরুদ্ধে টেলিভিশন ব্যক্তিত্বের মত প্রকাশ। | #7 - Un personaggio televisivo si schiera contro la “guerra dell'informazione”. |
16 | পূর্ণ আনন্দের সাথে কিয়েভ থেকে ফিরে এসেছি। | Tornato da KIEV, pieno di gioia. |
17 | এসে টেলিভিশন চালু করলামঃ সেই একই রকম হতাশাজনক মিথ্যার ফুলঝুরি। | Ho acceso la TV: le solite bugie deprimenti. |
18 | কৈফিয়ত বিহীন এই আতঙ্ককে বলা হয় তথ্য যুদ্ধ। | Questo orrore impenitente si chiama GUERRA DELL'INFORMAZIONE. |
19 | #৬ - ভিকনতাকতের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ তার সফল এপ্রিল ফুল ছলনা [গ্লোবাল ভয়েসেস রিপোর্ট] নিয়ে সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে আছেন। | #6 - Il fondatore di VKontakte Pavel Durov autocompiaciuto per un Pesce d'aprile riuscito [en, Global Voices report]. |
20 | যারা ভেবেছেন আমি স্বেচ্ছায় [ইডি ডট প্রধান নির্বাহী অফিসার পদ থেকে] পদত্যাগ করব, খুব বেশি দেরীতে হলেও তাদেরকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস। | |
21 | #৫ - আলেক্সি নাভালনি সন্তুষ্ট নন। কেননা ভরোনেঝ অঞ্চলে করণীয় কাজের চেয়ে প্রধান নির্বাহী অফিসার আলেক্সি মিলারের জন্য গ্যাসপ্রম বেশি অর্থ খরচ করছে। | A tutti quelli che pensavano che mi sarei dimesso volontariamente [dalla carica di amministratore delegato], Buon pesce d'aprile in ritardo. http://t.co/cTWlLtW2K7 |
22 | আমি চাই [ভোট গ্রহণ সংস্থা] ভিটিসিওম আমাদের প্রিয় দেশবাসীকে জিজ্ঞাসা করুক, তারা এই বিষয়টি নিয়ে কি ভাবে। | |
23 | এই নির্বাচনে শতকরা ৯৯ ভাগ লোক যদি ফায়ারিং স্কোয়াডের সাহায্যে তাৎক্ষনিক কাজ সম্পাদনের প্রতি তাদের সমর্থন জানায়, তবে তাতেও আমি অবাক হব না। | #5 - Alexey Navalny non è contento del fatto che Gasprom spenda più soldi per pagare l'amministratore delegato Alexey Miller che per le operazioni nella regione di Voronezh. |
24 | #৪ - ইন্টারনেট সেন্সরশিপ বাস্তবায়নের উপর বাঁধা প্রদান করতে আলেক্সি নাভালনির নির্দেশনামূলক পোস্ট। | Vorrei che [l'istituto demoscopico] VTsIOM chiedesse ai nostri cari compatrioti cosa ne pensano di questo. |
25 | দয়া করে, এই নির্দেশ গুলো পুনরায় পোস্ট করুন। | “99% a favore di una fucilazione immediata” non mi sorprenderebbe |
26 | কেননা, প্রতিবার পুনরায় পোস্ট করলে রসকম সেন্সরশিপকে আরও বেশি যন্ত্রণা দেওয়া যাবে। | #4 - Alexey Navalny pubblica delle istruzioni per aggirare la censura in Internet. |
27 | http://t.co/DXuuGzEHPC মিরর: http://t.co/TIAGC7E9Hk | Condividete queste istruzioni per favore. |
28 | #৩ - সিরিয়ার কেসাব অঞ্চলে উপজাতি আর্মেনিয়ানদের দুরবস্থা সম্পর্কে অভিনেতাদের কথোপকথন। | Ogni rilancio è un colpo a RosComCensura. http://t.co/DXuuGzEHPC Mirror: http://t.co/TIAGC7E9Hk |
29 | ইউক্রেনের মাইদান স্কয়ার ট্র্যাজেডির এখনও ৪০ দিন পার হয়নি। | #3 - Un attore parla di difficoltà degli Armeni a Kessab, in Siria. |
30 | তথাপি ইতোমধ্যে বিশ্বে আরও সব দুঃখ জনক ঘটনা ঘটে গেল… কেসাবে ট্র্যাজেডি… আমরা সেসব আরমেনিয়ান লোকেদের জন্য অত্যন্ত শোকাহত! | Non sono passati 40 giorni dalla tragedia di piazza Maidan in Ucraina, e il mondo affronta altro dolore… Tragedia a Kessab… Siamo tutti in lutto con il popolo armeno! |
31 | #২ -কীভাবে মার্কিন দাতারা কাজ করে তার ব্যাখ্যা আলেক্সি নাভালনি তার ব্লগ পোস্টে সংযুক্ত করেছেন। | #2 - Alexey Navalny rimanda a un post del suo blog in cui spiega le implicazioni delle sanzioni USA, con una foto di Alexey Miller e Igor Sechin. |
32 | আলেক্সি মিলার এবং ইগর সেচিনের ছবি সহকারে তিনি পোস্টটি ব্যাখ্যা করেছেন। রাশিয়ার বিরুদ্ধে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হল তা বুঝতে। | Per capire come funzionano le sanzioni imposte dagli USA alla Russia, Blog: http://t.co/O9laDEsOF0 Sito “speccho”: http://globalvoicesonline.org/2014/04/05/top-10-russian-language-tweets-week-14-of-2014/http://t.co/Up3d3JfZBH |
33 | ব্লগ করুনঃ http://t.co/O9laDEsOF0 ,মিররঃ http://t.co/Up3d3JfZBH | #1. Sentito per caso. |
34 | #১ - আড়ি পেতে শোনা ঘুমাতে যাওয়ার আগে আমি “মাথার গুপ্ত ভান্ডারটিকে পরিষ্কার করার” সক্ষমতা অর্জন করতে চাই। | Dovrebbe esistere una funzione in grado di “pulire la memoria cache del cervello” prima di andare a dormire. |