# | ben | ita |
---|
1 | সিরিয়া: পাউরুটি আর প্রচারণা এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Siria: Chiude il casinò e torna il niqab, Assad cerca di ingraziarsi i conservatori anche grazie alla propaganda |
2 | যখন ক্রমাগত চলতে থাকা সিরিয়ার বিক্ষোভ তার তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, তখন আসাদ সরকার বিক্ষোভকে প্রশমিত করার লক্ষ্য বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করছে। | Ad aprile, le proteste in Siria sono entrate nella loro terza settimana, e il Governo Assad ha cominciato a fare alcune concessioni nella speranza di placare i manifestanti. |
3 | আজ সরকার দেশটির নতুন এক জুয়ার আড্ডাখানা বন্ধ করে দেয় এবং বিদ্যালয়গুলোতে নেকাব (মুসলিম মেয়েদের মাথায় কাপড় দেওয়া) পড়া নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছিল তা পাল্টে ফেলা হয়েছে, এ সব করা হয়েছে রক্ষণশীল মুসলমানদের জনপ্রিয়তা লাভের জন্য। | Il 6 aprile, nel tentativo di accontentare i musulmani più conservatori, le autorità hanno chiuso il nuovo casinò nazionale [en, come tutti i link tranne ove diversamente segnalato] e ritirato il divieto di indossare il niqab [it] nelle scuole. |
4 | একই সময় সরকার প্রচারণার মাধ্যমে ক্ষমতা দৃঢ় করার চেষ্টা করছে, যার কয়েকটি আবার একেবারে ভিন্ন বাস্তবতা থেকে চালানো হচ্ছে। | Nel mentre, il Governo prova a difendere il proprio potere anche attraverso la propaganda, che in alcuni casi trova i più improbabili canali di diffusione. |
5 | আজ বিকেলে সিএনএন-এর সাংবাদিক হালা গোরানি টুইট করেছে সিরিয়ায় বিক্রি হওয়া পাউরুটির ছবি তুলেছে, যে সব পাউরুটিতে সিরিয়ার জনগণের জন্য বিশেষ বার্তা প্রদান করা হয়েছে: | Nel pomeriggio del 6 aprile, la reporter CNN Hala Gorani (@HalaGorani) ha pubblicato su twitter la foto di una pagnotta siriana in cui compariva un “messaggio speciale al popolo”: |
6 | ”@হালাগোরানি:#দামেস্কে পাউরুটির সাথে প্রচারপত্র (লিফলেট )প্রদান করা হচ্ছে। | @HalaGorani: per ogni pagnotta venduta, a #Damascus danno via un volantino “La #Syria è la nostra unica setta… (…) Siamo tutti Bashar…” http://yfrog.com/gzpk8glj |
7 | #সিরিয়া আমাদের ধর্ম (…) আমরা সকলেই বাশার…. ” http://yfrog.com/gzpk8glj | Pane siriano con volantino propagandistico di apprezzamento per il Presidente Bashar al-Assad. |
8 | আসিয়া বোউনদাউয়ির (@আসসুস) মতে এই প্রচার পত্র পাঠের মধ্যে দিয়ে যথারীতি বের হয়ে আসে ” জাতি এখন পরিবর্তন চায়”। | Immagine pubblicata su Twitter da Hala Gorani. Secondo Assia Boundaoui (@assuss), nei volantini si legge anche “la Patria è più grande della rivolta”. |
9 | এদিকে মাইসা আকবিক লিখেছে যে, এমনকি “মিশর এমন প্রচারণার সৃষ্টি করতে পারেনি”। | Inoltre, Maisa Akbik nota che nemmeno “gli egiziani avevano mai pensato di creare una cosa del genere”. |
10 | @সাপিয়েন্সপ্রোড বিষয়টিকে খানিকটা হালকা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে গ্রহণ করেছে: | L'utente twitter @sapiensprod prende la cosa un po' più seriamente: |
11 | @সাপিয়েন্সপ্রোড:#সিরিয়ায় ফুটবল লীগ বাতিল করা হয়েছে এবং পাউরুটির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। | @sapiensprod: In #Syria vengono annullate le partite di calcio, e si fa propaganda sul pane. |
12 | তাদেরকে পাউরুটি দাও, পাউরুটি নিয়ে কোন খেলা নয়। …এদিকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে…#বাশার | “Dategli pane, non partite”… nel frattempo, però, la gente finisce in carcere…#Bashar |
13 | এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ । | Questo post fa parte del nostro speciale Proteste in Siria 2011. |