Sentence alignment for gv-ben-20121101-32415.xml (html) - gv-ita-20121109-69259.xml (html)

#benita
1রাশিয়া: জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতি সনাক্তকরণে ব্রাইবর মোবাইল প্রযুক্তিRussia: crowdmap della corruzione con l'app mobile Bribr
2ব্রাইবর [রুশ; প্রযুক্তি কেন্দ্র, ফেসবুক] আইফোন/আইপডের নতুন চালুকৃত এমন প্রযুক্তি (অ্যাপ) যা রাশিয়ায় যে কাউকে প্রদানকৃত ঘুষের পরিমাণ ও স্থান সনাক্ত করণে সহায়তা করে। পরবর্তীতে, গ্রহণকৃত ঘুষের বিষয়ে প্রতিবেদন প্রদান করা সম্ভব হয়।Bribr [ru; vedi anche le pagine di App Store e Facebook, en] è la nuova applicazione lanciata in Russia per iPhone e iPad che permette ad utenti anonimi di segnalare la posizione e gli importi di tangenti pagate.
3ব্রাইবর ইস্তেহার অনুসারে,In seguito sarà possibile segnalare le tangenti ricevute.
4[…] ডাক্তার, সেনাবাহিনী, শুল্ক বিভাগ - কিছু ক্ষেত্রে নিম্ন বেতনভুক কর্মী তাদের কাজের জন্য ঘুষ প্রদান করতে হয়, অন্য ক্ষেত্রে আইনগুলি এমনভাবে লিখিত যে তাদের লঙ্ঘন করা অসম্ভব […]।Secondo il Manifesto di Bribr [ru, come gli altri eccetto ove diversamente indicato]: […] Dottori, esercito, clienti - in alcuni casi le tangenti compensano gli stipendi bassi, in altri casi le leggi sono scritte in modo da rendere impossibile non violarle […].
5কখনো কখনো আমরা নিজেরাই ঘুষের প্রস্তাব দেই, কখনো জোরপূর্বক আমাদের কাছ থেকে আদায় করা হয় - কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে ঘুষ গ্রহণ ও প্রদান করা হয় কারণ তা কর্ম সংস্কৃতির অংশ হয়েছে।A volte offriamo tangenti a noi stessi, altre volte ci vengono estorte- ma è più frequente che le tangenti siano date e prese perchè è così che lavora il nostro sistema. […]
6ব্রাইবর এর ফেসবুকের প্রচ্ছদ, যা ঘুষের জন্য উপযুক্ত রাশিয়ান মুদ্রা প্রদর্শন করছে: নকল শূন্য রুবল।Una schermata della pagina Facebook di Bribr, con la moneta più appropriata per le tangenti in Russia: un rublo falso che vale zero.
7ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত ২০১১ সালে, দুর্নীতির সূচকে ১৮৩টি দেশের মধ্যে রাশিয়া অবস্থান ছিল ১৪৩।Nel 2011, la Russia si è posizionata al 143esimo posto [en] su 183 Paesi del Corruption Perceptions Index, pubblicato da Transparency International [en[.
8ব্রাইবর ওয়েবসাইট [রাশিয়ান] মিটার সেপ্টেম্বর ২৪, ২০১২ তারিখে ঘুষের জন্য ব্যয়িত অর্থের পরিমাণ ১,৭৯৫, ২৯৫ রুবল (৫৮,০০০ ডলার) প্রদর্শন করছে।Il contatore sul sito Bribr mostra che dal 24 settembre scorso a oggi sono stati pagati per tangenti 1.795.295 rubli (58.000 dollari).
9ওয়েবসাইটের আরও একটি মানচিত্র ও পরিসংখ্যান আছে- ”কে” এবং ”কিসের জন্য” রাশিয়ানরা ঘুষ দিচ্ছে (পূর্বেরটিতে রয়েছে ১৪টি অন্তর্ভুক্তি এবং আদালত ও ট্রাফিক পুলিশ তালিকার শীর্ষে রয়েছে)।Il sito contiene inoltre una mappa e statistiche su “Chi” e “Per cosa” riguardano le tangenti russe (il primo dato riguarda per ora 14 voci, tra cui, in cima alla lista, tribunali e polizia stradale).
10ব্রাইবর ইস্তেহার প্রকল্পটিকে অরাজনৈতিক হিসাবে বর্ণনা করেছে:Il Manifesto afferma che il progetto è apolitico:
11[…] ব্রাইবরের লক্ষ্য হচ্ছে সংখ্যা প্রদর্শন করা।[…] L'obiettivo di Bribr è di mostrare i numeri.
12মতামত ও সিদ্ধান্ত আমাদের উদ্দেশ্য নয়।Conclusioni e opinioni non fanno parte del nostro lavoro. […]
13ব্রাইবর দলের সদস্যরা, তদুপরি, বিশ্বাস করে জ্ঞান ও সামাজিক দায়িত্ববোধ ইতিবাচক পরিবর্তনের চাবিকাঠি এবং এরই ধারাবাহিকতায় রাশিয়ায় নির্বাচন পরবর্তী প্রতিবাদ (গ্লোবাল ভয়েসেসের প্রতিবেদন এখানে এবং এখানে) সম্পর্কে ইস্তেহারে উল্লেখ করা হয়েছে:Tuttavia i membri del team di Bribr sono certi che la conoscenza e la responsabilità sociale siano una chiave per un cambiamento positivo, e per questo motivo le proteste post-elettorali in Russia (la copertura delle proteste si trova qui [en] e qui [en]) sono menzionate nel Manifesto:
14[…] রাশিয়ায় ঘুষ একটি সাধারণ বিষয় তা সকলেই অবগত।[…] Tutti sanno che la corruzione è comune in Russia.
15কিন্ত্ত প্রত্যেকেই আরও অবগত যে নির্বাচনের সময় কোন জাল ভোটের ঘটনা ঘটে না - এবং ডিসেম্বর ৪ তারিখে পর্যবেক্ষকরা যখন বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোট চুরি প্রদর্শন করল, জনগণ তখন রাস্তায় নেমেছিল।Ma tutti conoscevano anche i brogli avvenuti durante le elezioni - e solo quando gli osservatori hanno mostrato come, il 4 dicembre, i voti siano stati rubati in molti seggi, solo allora le persone sono scese per le strade.
16অবগত হওয়ার মতো বিষয় হচ্ছে প্রত্যেকেই ঘুষ দেয় এবং রুবলিওভস্কোয়ি সুসে এলাকায় [আকা রুবলিওভকা, মস্কোর বিত্তশালী আবাসিক এলাকা] দ্বিতীয় বিশেষ রেজিমেন্ট [ট্রাফিক পুলিশের] কি পরিমাণ গ্রহণ করে [ঘুষ] তা জানা প্রয়োজন। […]Una cosa è sapere che ognuno sta prendendo delle tangenti, un'altra è sapere quanto sta facendo [a livello di tangenti] il Secondo Reggimento Speciale [la polizia stradale] a Rublyovskoye Shosse [ovvero il sobborgo Rublyovka [en], uno dei più cari di Mosca]. […]
17সেখানে ব্রাইবর একমাত্র গণ উৎস মঞ্চ নয় যা ঘুষ ও দূর্নীতি অনুসন্ধান করে।Bribr non è l'unica piattaforma crowdsourcing di monitoraggio della corruzione.
18এটির সোভিয়েত উত্তর-সুপ্ত উত্তরসূরী -vzyatka.crowdmap.com[রাশিয়ান] - যা NewReporter.org/ইন্টারনিউজ [রাশিয়ান] কর্তৃক মার্চ, ২০১১ সালে চালু করা হয় এবং শুধুমাত্র দুই মাস চালু অবস্থায় ছিল এবং এটিতে ২০টির বেশী প্রতিবেদন ছিল না।Il suo predecessore in epoca post-sovietica - vzyatka.crowdmap.com - è stato lanciato da NewReporter.org/Internews nel marzo 2011, ma è durato solo due mesi e contiene non più di venti rapporti.
19ভারতে, আমি ঘুষ দিয়েছি হচ্ছে একটি গণ উৎস উদ্যোগ, যা আগস্ট ২০১০ সালে চালু হয়েছিল যা ”জনগণকে [উৎসাহিত করা] দাপ্তরিক ক্ষমতা অপব্যবহারের কারণে অর্থ প্রদানে বিরত করা এবং তাদের ঘুষের কাহিনী প্রকাশ করা যা থেকে দুর্নীতির বাজার মূল্য উন্মোচিত হয়” (গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন এখানে)।In India, è attiva l'iniziativa di crowdsourcing I Paid A Bribe [en], lanciata nell'agosto 2010 per “[incoraggiare] le persone che non sopportano più l'abuso ufficiale di potere e raccontare le storie di corruzione nei loro confronti per ‘scoprire il prezzo di mercato della corruzione'” (un articolo di GV a riguardo si trova qui[it]).
20ভারতীয় সহযোগীদের মাধ্যমে ও মডেল অনুসারে মে, ২০১২ সালে কেনিয়ার দুর্নীতি বিরোধী কর্মীরা তাদের নিজস্ব আমি ঘুষ দিয়েছি প্রকল্প চালু করেছে (গ্লোবাল ভয়েজ প্রতিবেদন এখানে)।Nel maggio 2012, in Kenya, gli attivisti anti-corruzione hanno lanciato una replica del progetto I Paid a Bribe [en], creato in collaborazione con i colleghi indiani (un articolo di GV a riguardo si trova qui [en]).
21এবং জুলাই, ২০১২ সালে, কলাম্বিয়াতে মনিটর ডি করাপশন [স্প্যানিশ ভাষায়] (”দুর্নীতি পর্যবেক্ষণ”) চালু করা হয়; আইজেনেট অনুসারে, এটি “দুই স্তর বিশিষ্ট প্রতিবেদন পদ্ধতি ব্যবহার করে যা সাংবাদিক ও নাগরিক উভয়ের জন্য তাদের গোষ্ঠী, শহরে এবং বৃহত্তর ক্ষেত্রে, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের দুর্নীতি বিষয়ক প্রতিবেদন প্রদানের উপযোগী[…]”Nel luglio 2012, Monitor de Corrupción [es] è stato lanciato [en] in Colombia; secondo IJNet [en], viene usato un “sistema di reporting a due livelli, che consente sia ai giornalisti sia ai cittadini di presentare relazioni sulla corruzione nelle loro comunità, municipalità e su scala più ampia, come regionale e nazionale […].”
22মাইকেল ইডভ, জিকিউ রাশিয়ার প্রধান সম্পাদক, তার ফেসবুক পেজে রাশিয়ান ব্রাইবর প্রকল্প সম্পর্কে মন্তব্য করেছেন:Infine, Michael Idov, capo redattore di GQ Russia, commenta il progetto sulla sua pagina Facebook:
23[…] এটি কার্যকরী হলে, রাশিয়ান দুর্নীতির প্রকৃত উইকি-চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বিশ্ব দেখতে পারবে।[ …][…] Se questa cosa funziona, il mondo vedrà presto una vera e propria illustrazione wiki dell'ampiezza e della profondità della corruzione dei russi. […]