Sentence alignment for gv-ben-20131107-39819.xml (html) - gv-ita-20131109-87167.xml (html)

#benita
1রাশিয়ার শীতকালীন অলিম্পিকের জন্য মজার টাকাRussia: lo strano caso della nuova banconota a tema olimpico
2১০০ রুবেলের নতুন অলিম্পিক ব্যাংক নোটটি প্রদর্শন করা হচ্ছে। ইউটিউব স্ক্রিনশট।Restano meno di 100 giorni alla cerimonia d'apertura dei Giochi olimpici invernali del 2014.
3২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আর ১০০ দিনের চেয়েও কম সময় হাতে আছে।
4দিনটি যতো ঘনিয়ে আসছে, ততো বেশী করে অপবাদ প্রকাশিত হচ্ছে।Più la data si avvicina, più scandali vengono alla luce.
5সাম্প্রতিক সময়ে প্রকাশিত অপবাদগুলোর মধ্যে একটি [রুশ] হচ্ছে, গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক অলিম্পিকের স্মারক নোট হিসেবে ১০০ রুবলের একটি ব্যাংক নোট বাজারে ছেড়েছে।Il più recente [ru, come tutti i link seguenti] riguarda la banconota da 100 rubli a tema olimpico, emessa la scorsa settimana dalla Banca Centrale.
6সর্বপ্রথম রাশিয়ান ব্লগাররা নতুন বিলটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে।Inizialmente i blogger russi sono stati entusiasti della nuova banconota.
7প্রায়ই অলিম্পিক গেমসের স্মারক উৎসব করা হয় নতুন মুদ্রা প্রকাশের মাধ্যমে। কিন্তু অলিম্পিককে (২০০৮ সালে গ্রীষ্মকালীন গেমস উপলক্ষে চীন একটি নোট প্রকাশ করেছিল) উৎসর্গ করে এবারের মতো খুব অল্প কয়েক বারই স্মারক নোট প্রকাশ করা হয়েছে।Spesso vengono coniate monete per commemorare i Giochi olimpici, ma questa è una delle rare volte in cui alle Olimpiadi viene dedicata una banconota (la Cina ne emise una per i Giochi olimpici estivi del 2008).
8সাধারণত নোটের চিত্রটি লম্বালম্বি হয়ে থাকে, কিন্তু এই চিত্রটি আনুভূমিক।Diversamente dal solito, l'immagine è verticale anziché orizzontale.
9নোটটির এক প্রান্তে তুষার আঁকা সীমানা এবং নোটজুড়ে লাফ দেয়ার মাঝামাঝি অবস্থার একটি ছবি।Su un lato della banconota appare uno snowboarder, rappresentato a mezz'aria.
10রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্পন্সর করা একটি প্রতিযোগিতা থেকে ছবিটি নেয়া হয়েছে।L'immagine proviene da un concorso sponsorizzato dalla Banca Centrale di Russia.
11সেই প্রতিযোগিতার বিজয়ী সেইন্ট পিটার্সবার্গের কলা একাডেমীর ছাত্র পাভেল বুশুয়েভ'র [রুশ] আঁকা ছবিটিই অলিম্পিক গেমসকে সর্বোতভাবে প্রতিনিধিত্ব করছেন।Il vincitore, il cui disegno ha rappresentato al meglio i Giochi olimpici, è stato Pavel Bushuyev, uno studente dell'Accademia di Belle Arti di San Pietroburgo.
12বুশুয়েভকে তাঁর বিজয়ের জন্য ব্লগার পাভেল প্রতাসোভ অভিনন্দন জানিয়েছেন এবং মন্তব্য [রুশ] করেছেনঃIl blogger Pavel Protasov si è congratulato con Bushuyev per la sua vittoria, e ha commentato:
13আশাকরি, ব্যাংকাররা সবশেষে এই বিজয়ীর সাথে দেখা করার একটি আয়োজন করেছেন এবং তাঁকে এমনকি কিছু অর্থ প্রদান করেছেন।Speriamo che alla fine i banchieri abbiano fatto un accordo con l'autore, magari addirittura pagandolo.
14তবে নতুন ব্যাংক নোটটিতে এখন যে তুষারের সীমানা দেয়া বিজয়ীর ছবিটি দেখা যাচ্ছে, সেটি যে ইন্টারনেট স্টক ফোটো ‘স্টকএক্সচেঞ্জ' থেকে নেয়া একটি ছবি তা উদ্ঘাটন করতে [রুশ] রাশিয়ান ব্লগারদের খুব বেশী সময় লাগেনি।Tuttavia, ai blogger russi non è servito molto tempo per scoprire che l'immagine vincente, ora impressa sulla nuova banconota, è stata presa da un archivio fotografico in Internet, StockExchange: apparentemente potrebbe trattarsi di un plagio.
15ফলাফলটি প্রকাশ্যভাবে, অন্যের ছবি চুরির মতো ঘটনা অর্থাৎ কুম্ভিলক বৃত্তিতে পরিনত হয়েছে।
16স্টকএক্সচেঞ্জের স্নোবর্ডার ছবির একটি স্ক্রিনশটLa foto dello snowboarder su StockExchange.
17ব্লগার আন্ড্রে মালজিন এটিকে একই ধরনের [রুশ] আরেকটি ঘটনার সাথে তুলনা [রুশ] করেছেন। কয়েক বছর আগে মস্কোতে বলশয় থিয়েটারটি যখন পু্নর্গঠন করা হয়েছিল, তখন একই রকম একটি ঘটনা ঘটেছিল।Il blogger Andrey Malgin l'ha paragonato a un evento simile accaduto un paio d'anni fa, quando venne ristrutturato il Teatro Bolshoi di Mosca.
18এই মহাকাব্যিক ব্যর্থতা শুধু একটিমাত্র কুখ্যাত ঘটনার সাথে তুলনা করা যায়। ইউরি গ্রিমোভ তখন বলশয় থিয়েটারের জন্য একটি অভিজাত, বিশাল ব্যায়বহুল লোগো এঁকেছিলেন।Questa figuraccia epica può essere paragonata solo al famoso caso di Yuri Grymov, che disegnò un logo sfarzoso ed estremamente costoso per il Teatro Bolshoi.
19লোকজন পরে বুঝতে পারলো, এই সুন্দর ছবিটি আরিদি নামের একটি পুরনো ছবির ক্যাটালগে দেখা গেছে। ক্যাটালগটি যেকোন লোকের কাছে ৯৯ ডলারের বিনিময়ে বিক্রি করা হয়।Lo stesso bel disegno fu poi trovato dalla gente in un vecchio catalogo d'immagini chiamato Aridi, disponibile a 99 dollari per chiunque lo volesse.
20যাইহোক, ছবির ব্লগার ইলিয়া ভারলামোভ, বুশুয়েভ এবং তাঁর ছবিটি আঁকার পক্ষ নিয়ে বলেছেন [রুশ], যেহেতু আসল কপিটিও একটি ছবি, তাই এটি কোন বড় ঘটনা নয়ঃDall'altro lato, il foto blogger Ilya Varlamov ha difeso Bushuyev e il suo disegno, sostenendo che non si tratta di niente di eccezionale, dal momento che l'originale è una foto:
21সাধারন চোখে আমি বুঝতে পারছি না, সমস্যাটা কি। তুষারসীমানার চিত্রটি একটি ছবি থেকে আঁকা হয়েছে, এটাই কি সমস্যা?Non capisco in generale quale sia il problema: che la figura dello snowboarder sia stata presa da una foto?
22সমালোচকদের মতে, তুষারসীমানার চিত্রটি কোথা থেকে আঁকা উচিৎ বলে আপনারা মনে করছেন?Secondo chi critica, come andrebbe ritratto uno snowboarder?
23কল্পনা থেকে?Usando l'immaginazione?
24নাকি কোন নকশা থেকে?Ispirandosi a un modello?
25সমালোচকদের সমালোচনা করে তিনি আরো বলেছেনঃHa aggiunto, ponendosi contro i critici:
26এমনকি আপনারা কি বোঝেন, কীভাবে একজন ডিজাইনার কাজ করেন?Avete una minima idea di come lavora un designer?
27কারো অধিকারই এতে লঙ্ঘিত হয়নি। এমনকি আপনি যদি দু'টি ছবি একসাথে করেন, তাহলে দেখবেন যে, নোটের ছবিটি শতকরা ১০০ ভাগ নকল করা হয়নি… এই অলিম্পিক গেমসগুলো নিয়ে লোকজন একেবারেই উন্মাদ হয়ে গেছে।Non sono stati violati i diritti di nessuno, tant'è vero che, se si accostano le due immagini, è evidente che il disegno sulla banconota non è una copia al 100%… Questi Giochi olimpici stanno mandando la gente totalmente fuori di testa.
28ব্যাপারটি এমন মনে হচ্ছে, যেন “রাশিয়ার জন্য বৃহত্তর কোন লজ্জাজনক বিষয় খোঁজার” জন্য কোথাও কোন প্রতিযোগিতা হচ্ছে।Sembra che da qualche parte sia stato indetto un concorso per “trovare la più grande vergogna della Russia”.
29সোচি গেমস যেহেতু সমাপ্তির দ্বারপ্রান্তে এসে গেছে এবং অপবাদের সংখ্যা বেড়েই চলেছে, সেহেতু ভারলামোভ কি সঠিক?Ha ragione Varlamov, visto che le Olimpiadi di Sochi si avvicinano sempre di più e gli scandali continuano ad accumularsi?
30রাশিয়ান ব্লগাররা কি শুধুই অভিযোগ করার জন্য কোন বাহানা খুঁজছেন, নাকি রাশিয়াতে অলিম্পিকের আয়োজনে কোন দূর্যোগ ঘটতে যাচ্ছে?I blogger russi stanno solamente cercando scuse per lamentarsi, oppure le Olimpiadi in Russia saranno un disastro?