# | ben | ita |
---|
1 | শিসেইডো’র লৈঙ্গিক রূপান্তর বিষয়ক বিজ্ঞাপন | Giappone: spot della Shiseido sul cambiamento di genere diventa virale Screenshot dal canale ufficiale YouTube di Shiseido |
2 | শিসেইডো'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশটটি নেয়া হয়েছে। | L'ultima pubblicità dell'azienda di cosmetici giapponese Shiseido, apparsa solamente sul web, è stata progettata per diventare virale. |
3 | জাপানের কসমেটিক উত্পাদনকারী প্রতিষ্ঠান শিসেইডো সম্প্রতি একটি অনলাইন বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা (ভাইরাল) পেয়েছে। | Chiamata “I segreti del Makeup delle ragazze giapponesi alle scuole superiori” (メーク女子高生のヒミツ) [jp, come tutti i link seguenti], la pubblicità inizia con un'insegnante che arriva in classe all'inizio della lezione. |
4 | “জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্য” (দ্য মেকআপ সিক্রেটস অব জাপানিজ হাই স্কুল গার্লস) শিরোনামের বিজ্ঞাপনটি শুরু হয় একজন হাই স্কুল শিক্ষিকার ক্লাসে ঢুকে পড়ানোর মধ্যে দিয়ে। | |
5 | তারপর ক্যামেরা পুরো ক্লাসরুম জুড়ে ঘোরে। তখন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের এক ঝলক দেখা যায়। | La telecamera si muove lungo la stanza, fermandosi brevemente per mostrare al pubblico le studentesse in classe. |
6 | ভিডিও ক্যাপশন: জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্য | Didascalia del video: I segreti del Makeup delle ragazze giapponesi alle scuole superiori |
7 | বিজ্ঞাপনটিতে দর্শকদের জন্য একটা চমক লুকিয়ে রয়েছে। | C'è una sorpresa in serbo per lo spettatore. |
8 | কিন্তু সেটা কী? | Ma di che cosa si tratta? |
9 | তার একটা ইঙ্গিত মেলে একজন শিক্ষার্থীর পড়তে থাকা একটি বইয়ের পাতায়: | Un suggerimento è stampato sulla pagina di un libro che una delle studentesse sta leggendo: |
10 | ক্লাসে কোনো ছেলে আছে কিনা তা কি খেয়াল করেছেন? | “Avete notato dei ragazzi in questa classe?” |
11 | তারপরেই দেখা যায়, ক্লাসের ছাত্রীরা ছেলেতে রূপান্তরিত হচ্ছে। উল্টো দিক থেকে ভিডিওটি চালানো হলে ছাত্রদেরকে কীভাবে ছাত্রীতে রূপান্তরিত করা হচ্ছে, সেটা দেখা যায়। | Naturalmente, si scopre che le studentesse sono in realtà dei ragazzi, e il video inizia in modo astuto a girare in senso inverso, mostrando come i giovani siano stati trasformati in ragazze. |
12 | এমনকি ক্লাসের শিক্ষিকাও শিক্ষকে রূপান্তরিত হন। | Si scopre così che anche l'insegnante è un uomo. |
13 | প্রত্যাশিতভাবেই বিজ্ঞাপনটি জাপানে ব্যাপক জনপ্রিয় হয়। | Com'era prevedibile, la pubblicità si è trasformata in un grande successo in Giappone. |
14 | টুইটার ব্যবহারকারী একজন নারী বলেছেন: | Una donna dice su Twitter: |
15 | শিসেইডো'র এই বিজ্ঞাপনটি সত্যিই অসাধারণ। | Questa pubblicità della Shiseido è fantastica! |
16 | বিজ্ঞাপনে অংশ নেয়া ছেলেদের মেয়েদের চেয়েও সুন্দর লাগছে। | I ragazzi sono persino più carini delle donne! |
17 | বেশিরভাগ প্রতিক্রিয়াই মেয়েদের ছেলেতে রূপান্তরের বিষয় নিয়ে। | |
18 | সবাই এর প্রশংসাও করেছেন। | (*´ェ`*)… |
19 | তবে কম হলেও কিছু মন্তব্য এসেছে কীভাবে নারীর বিনির্মাণ হয় সেটা নিয়ে। এক্ষেত্রে প্রসাধন সামগ্রীর ভূমিকা কতটুকু, নারীরা এটিকে কতটা বিবেচনায় নেন সেটাও উঠে এসেছে: | La maggior parte delle reazioni sembra pensare che la trasformazione da ragazzo a ragazza sia incredibile, ma c'è poca o nessuna attenzione prestata a questioni più delicate, come per esempio il fatto che l'identità di genere possa essere costruita e quale ruolo giochi la cosmetica nel definire cosa significa essere considerati di genere femminile: |
20 | পেশাদার স্টাইলিস্টরা এককথায় চমৎকার! | I costumisti sono incredibili! |
21 | এই বিজ্ঞাপনে শিসেইডোর ভূমিকা নিখুঁতভাবে উঠে এসেছে। | E così anche la perfetta esecuzione di questo spot da parte di Shiseido! |
22 | বিজ্ঞাপনে অংশ নেয়া কিছু মডেল আগে ও পরের ছবি পোস্ট করেছেন। | Alcuni dei modelli della pubblicità hanno pubblicato delle foto prima-e-dopo la preparazione. |
23 | আশাহি ফুজি মডেল হিসেবে খুব একটা পরিচিত নন। | Qui Asahi Fuji, un modello relativamente sconosciuto: |
24 | এখানে রইলো তার ছবি: আগে ও পরের ছবি। | Qui una foto prima-e-dopo! |
25 | #ক্রস-ড্রেসিং | #cross-dressing #plsRT #plsplsRTthis! |
26 | ইউকি মুরাকামি নামের একজন মডেল পুরো দলের ছবি পোস্ট করেছেন: | Yuki Murakami, un altro modello, ha pubblicato foto dell'intero gruppo: |
27 | আমি শিসেইডো'র নতুন অনলাইন বিজ্ঞাপনে কাজ করছি। এখানকার বেশিরভাগ মডেলই খুব হ্যান্ডসাম। | Sono in un nuovo spot online per Shiseido […] Un sacco di ragazzi erano bellissimi… Una pubblicità che le signore devono vedere lol. |
28 | মেয়েদের অবশ্যই এই বিজ্ঞাপনটি দেখা উচিত! … | Grazie per le indicazioni su come applicare il trucco. |
29 | টুইটার ব্যবহারকারী @আরএলএল_৯২৫ বিজ্ঞাপনে অংশ নেয়া মডেল মুরাকামি'র বন্ধু। | |
30 | তিনি বিজ্ঞাপনের পিছনের ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। কীভাবে মেকআপ দেয়া হচ্ছে, কীভাবে তাদের মেয়েতে রূপান্তরিত করা হয়েছে, সেটা দেখা গেছে: | L'utente Twitter @RII_925, un amico del liceo di Murakami, ha inviato alcune foto del dietro le quinte su come il trucco è stato applicato e ha espresso la sua incredulità alla trasformazione: |
31 | একটু অপেক্ষা করুন! | Un momento! |
32 | এটা সত্যিই খুব চমত্কার! | Questo è incredibile! |
33 | তুলনা করলে বিজ্ঞাপনের শেষের দিকে মেকআপ ছাড়া ছেলেদের উপস্থিতিই সবচে' বেশি আকর্ষণীয়: | La trasformazione è ancora più interessante quando è confrontata con un'immagine degli studenti struccati che appaiono nello spot: |