# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: আরাফাতের মৃত্যু উদঘাটনের প্রশ্ন নিয়ে তথ্যচিত্র | Palestina: controversie per un documentario sulla morte di Arafat |
2 | ২০১২ সালের ৩রা জুলাই খবরের চ্যানেল আল জাজিরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু উদঘাটন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছে। | Il 3 luglio scorso il canale di informazione Al Jazeera ha diffuso un documentario-inchiesta [en] sulla misteriosa morte del Presidente palestinese Yasser Arafat [it], avvenuta a Parigi l'11 novembre 2004. |
3 | ২০০৪ সালের ১১ই নভেম্বর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন এবং ঐ তথ্যচিত্রে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে নয়, আরাফাত পোলনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। | Il documentario sostiene che piuttosto che morire per cause naturali, Arafat è stato avvelenato con il polonio [en]. |
4 | এই তথ্যচিত্র প্রকাশের আগে ও পরে, অনেক ফিলিস্তিনি টুইটার ব্যবহারকারী এ সম্পর্কিত প্রমাণ নিয়ে তাদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়া জানিয়েছেন। | Sia durante che dopo la messa in onda del documentario, molti utenti Twitter hanno espresso le riflessioni e reazioni alle prove presentate. |
5 | অধিকাংশই আরাফাতকে বিষ প্রয়োগ করার অভিযোগে বিস্মিত হন নি, অনেকেই কিছু একটাকে নির্দেশ করেছেন। | La maggioranza non si stupisce che Arafat sia stato avvelenato, cosa sostenuta da tempo da diverse fonti. |
6 | যাহোক, অভিযোগের নতুন ব্যাখ্যা হল পোলনিয়াম ব্যবহার। | La notizia del ricorso polonio costituisce invece un nuovo dettaglio. |
7 | ২০০১ সালের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে ইয়াসির আরাফাত। | Yasser Arafat al World Economic Forum a Davos, Gennaio 2001. Foto di Remy Steinegger (CC BY-SA 2.0). |
8 | ছবি রেমি স্টেইনেগারের সৌজন্যে (CC BY-SA 2.0). | Su Twitter, This is Gaza scrive [ar]: |
9 | নয় মাস তদন্ত করে প্রেসিডেন্ট আরাফাতের [মৃত] দেহে বিষাক্ত পোলনিয়ামের অস্তিত্ব পেয়ে আল জাজিরা আরাফাতের মৃত্যু নতুন করে উদঘাটন করেছে। | Al Jazeera rivela nuovi fatti sulla morte di Arafat, dopo che un'indagine durata nove mesi ha trovato alti livelli dell'elemento tossico polonio nei suoi effetti personali. |
10 | এবং আমি বলেছিঃ | Ola Anan commenta [ar]: |
11 | সবাই ভাবছে আল জাজিরার তথ্যচিত্রে নতুন কি তথ্য দেয়া হয়েছে, যখন পুরো জাতি জানল যে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগ করা হয়েছিল। | Adesso ognuno si sta chiedendo quale nuova informazione sia stata data nel documentario di Al Jazeera, visto che l'intera nazione sapeva che era stato avvelenato. |
12 | নতুন প্রমাণটি কি, যা আগে কেবল গুজব ছিল। | La novità è che sono state fornite delle prove per ciò che prima erano solo voci. |
13 | অনেক ফিলিস্তিনিরই প্রশ্ন তথ্যচিত্রটি এখন কেন প্রচারিত হচ্ছে, এবং এর ব্যাখ্যা হিসেবে ষড়যন্ত্রকে বোঝানো হচ্ছে। | Molti Palestinesi si schiedono perché il documentario sia stato trasmesso adesso, e perché ricorra a teorie complottiste come spiegazione. |
14 | টুইটার ব্যবহারকারী মজিদ বলেনঃ | Majd risponde così [ar]: |
15 | ইয়াসির আরাফাতকে হত্যার জন্য আট বছর ধরে যারা ষড়যন্ত্র করেছিল সত্য অনুসন্ধানকারীদের উদ্দেশ্যে তাদের “সন্দেহপ্রবণতা” বিরক্তিকর। | È irritante che coloro che per otto anni hanno cospirato per nascondere la verità sull'assassinio di Yasser Arafat, poi dicano, nel momento in cui qualcuno si fa avanti a rivelare la verità, “È sospettoso che lo si dica solo ora!” |
16 | ইয়াসির আরাফাতের সমাধি। | Mausoleo di Yasser Arafat. |
17 | ছবি মেরি-ক্যাথরিন রিমের সৌজন্যে (CC BY-NC 2.0). | Foto di Mary-Katherine Ream (CC BY-NC 2.0). |
18 | নূর আবেদ আল জাজিরা ও এর মাধ্যম সম্পর্কে তার বিরূপ মনোভাব লুকাননি, কিন্তু তিনি তথ্যচিত্রটির জন্য প্রশংসা করেছেনঃ | Nour Abed non nasconde la sua opinione negativa su Al Jazeera e sui media in generale, ma elogia l'emittente per questo documentario [ar]: |
19 | আমরা সবাই জানি যে অন্য যে কোন চ্যানেলের মত আল জাজিরারও এক এজেন্ডা আছে, যার প্রত্যেক কর্মকান্ডের পেছনে কোন না কোন কারণ ও লক্ষ্য রয়েছে, কিন্তু আরাফাতের মৃত্যু নিয়ে সেটি যা প্রকাশ করেছে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। | Sappiamo tutti che Al Jazeera come ogni altro canale ha una sua politica, con proprie ragione e propri obiettivi dietro ogni nuova azione, ma non si può negare che ha rivelato nuove informazioni sulla morte di Arafat. |
20 | ডায়না আলজির আরো উত্তরের অপেক্ষায় রয়েছেনঃ | Diana Alzeer sta ancora aspettando altre risposte: |
21 | @মানারারাম: আমি পরবর্তী যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি তা হল “কে আরাফাতকে হত্যা করেছে?” | @ManaraRam [en]: La prossima domanda per cui voglio una risposta è “Chi ha ucciso Arafat?” |
22 | ইসমায়েল মোহাসেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ করে টুইট বার্তা করেছেনঃ | Ismaeil Mohaisen non teme di accusare all'Autorità Palestinese [ar]: |
23 | আমরা এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্যের অপেক্ষায় রয়েছি। | Stiamo ancora aspettando un commento da parte dell'Autorità Palestinese. |
24 | বিশেষ করে তথ্যচিত্রটি নির্দিষ্ট কয়েকজনের জড়িত থাকার কথা নির্দেশ করেছে। | Soprattutto perché il documentario implica il coinvolgimento di certe persone. |
25 | তাতে কোন সন্দেহ নেই! | Non c'è alcun dubbio su questo! |
26 | একই সুরে, রামি খারিস টুইটবার্তায় বলেছেনঃ | Dello stesso spirito il commento di Rami Kharais [ar]: |
27 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল - স্বামীর বিষক্রিয়ার উপর সুহা আরাফাতের তদন্তের অনুরোধের পরে - প্রতিবেদন পাওয়া যায় যে তার মৃত্যুর পর কোন [সরকারি] তদন্ত হয় নি। | Il più grande colpo inferto all'Autorità Palestinese - oltre la richiesta di Suha Arafat di un esame dei resti del marito in cerca di veleno - è l'aver sottolineato che non è stata condotta alcuna inchiesta ufficiale dopo la sua morte. |
28 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাতের তার মৃত স্বামীর দেহ উত্তোলন করে তদন্তের অনুরোধ দ্বারা তথ্যচিত্রটি শেষ হয়। | Il documentario si conclude con la richiesta all'Autorità Palestinese della vedova di Yesser Arafat Suha di far riesumare il corpo del marito così da portare avanti le indagini. |
29 | প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরাফাতের দেহবশেষ কেন উত্তোলন করা হবে না তার কোন “কারণ দেখে নি”। | Il Presidente Mahmoud Abbas ha rilasciato una dichiarazione in cui si legge che l'Autorità Palestinese “non vede alcuna ragione” [en] per cui il corpo vada riesumato. |
30 | পরবর্তীতে কি হবে তা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। | Aspettiamo di vedere cosa accadrà. |