Sentence alignment for gv-ben-20130523-36571.xml (html) - gv-ita-20130520-79618.xml (html)

#benita
1ফিলিস্তিনঃ গাজা বাসীরা পেল কেএফসি’র স্বাদPalestina: tunnel segreti per le consegne di fast food a Gaza
2সাত ঘন্টা অপেক্ষা করার পর কেনটাকি ফ্রাইড চিকেন পেয়েছেন বলে ফিলিস্তিনির গাজা থেকে আনাস হামরা অভিযোগ করেছেন। সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমস তার গল্প নিয়ে প্রতিবেদন করেছে।Il palestinese Anas Hamra di Gaza afferma [en, come i link successivi, eccetto dove diversamente indicato] che l'ordine effettuato presso il fast food KFC (Kentucky Fried Chicken) gli è stato consegnato dopo una lunga attesa di sette ore.
3সেখানে বলা হয়েছে, গাজাবাসীরা মিশরের আল-আরিশ থেকে তাদের কেএফসি'র সরবরাহ পাচ্ছেন, যেগুলো গোপন টানেল মাধ্যমে চোরাচালানি হয়ে এসেছে। খাবারের অর্ডার দেবার পর, তিনি [আরবী ভাষায়] রসিকতা করেছেন:La sua storia conferma un articolo pubblicato di recente dal New York Times, secondo il quale i residenti nella striscia di Gaza ricevebbero gli ordini KFC dal vicino paese di Al Arish, in Egitto, da dove vengono consegnati di contrabbando, passando in tunnel segreti.
4@আন্সরেডঃ আমরা আমাদের কেনটাকি খাবার হারিয়েছে।Dopo aver fatto l'ordine, Hamra ironizza [ar]:
5সরকার এটি বাজেয়াপ্ত করেছে, এটা [সরকার] কি কুতসা রটনা করতে পারে?@AnsRed: Abbiamo perso il nostro menu KFC. E' stato confiscato dal governo, ne sarà scandalizzato
6তিনি আরও যোগ করেছেনঃE poi aggiunge:
7@আন্সরেডঃ আমি ফোনে বলেছি যে ১০০ কেনটাকি খাবার এখন হামাস সরকারের টানেল কমিটি ছাড় দিয়েছে এবং আমার খাবার আসছে।@AnsRed: Al telefono, mi hanno detto che al momento 100 menu KFC sono stati evasi dal comitato dei tunnel, guidato dal governo di Hamas, e che il mio ordine sta per essere consegnato.
8আমি আমার খাবার নিয়ে চিন্তিত।Ero preoccupato per la sua sorte.
9গাজার আনাস হামরা জানিয়েছেন যে তিনি ৭ ঘন্টা অপেক্ষা করে কেএফসির খাবার পেয়েছেন।Anas Hamra, da Gaza, afferma di aver ricevuto il suo menu KFC dopo sette ore
10তিনি আরও বলেছেনঃE continua:
11@আন্সরেডঃ আমি এখনও অপেক্ষায় আছি। আসলে এটা আমার আগামীকালের সকালের নাস্তা!@AnsRed: sto ancora ASPETTANDO, mi conviene mangiarlo per colazione domattina!
12দীর্ঘশ্বাস!!Sigh!!
13অবশেষে যখন তিনি তার খাবার পেলেন, হামরা এর ছবি টাম্বলার এবং ইন্সটোগ্রাম দুটোতেই শেয়ার করেছেনঃQuando, finalmente, l'ordine gli è stato consegnato, Hamra ha condiviso una foto sia su tumblr e su Instagram.
14ইন্সটোগ্রামে তার পোস্ট বাস্তব ছিল কিনা তা অনেকেই প্রশ্ন তুলেছেন।
15তিনি যে প্রকৃতপক্ষে একটি পরিবার আকারের কেএফসি খাবারের আদেশ দিয়েছিলেন সেটি হামরা নিশ্চিত করেছেন।Molti utenti Instagram hanno messo in discussione la veridicità del post di Hamra, che conferma di aver davvero ordinato un menu KFC formato famiglia.
16খাবারের বিষয়ে তাঁর মূল্যায়ন কি?Il suo giudizio sul cibo?
17মিশরীয় কেএফসি'র মতোই তবে ঠান্ডা।come un KFC egiziano ma freddo, ah ah
18গাজা থেকে মোহাম্মদ হাসনা টুইট করেছেন [আরবী ভাষায়]:Mohammed Hassona, da Gaza, scrive su Twitter [ar]:
19@ইমপালেস্টানিয়ানঃ কেন‌টাকি খাওয়া আমাদের অধিকার #গাজা@impalestinian: Mangiare cibo KFC è un nostro diritto #Gaza
20এবং মাইকেল হেটন বিদ্রূপ করেছেনঃE scherza Michael Heaton:
21@মাইকেলহেটন৫ঃ গাজাতে কেন্টাকি ফ্রাইড চিকেন?@MichaelHeathon5: Kentucky Fried Chicken a Gaza?
22সেই লোকেরা যথেষ্ট কষ্ট ভোগ করে না?Non hanno già ha sofferto abbastanza?
23যাইহোক, সরবরাহ সেবা দেওয়া প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পাতায় আপাতত এই সেবা প্রদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেঃTuttavia, l'azienda che gestisce le consegne degli ordini KFC, ha poi annunciato l'interruzione del servizio sulla sua pagina Facebook:
24প্রিয় গ্রাহক,Gentili clienti,
25কেনটাকি সরবরাহ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে থাকায় বন্ধ রাখা হয়েছে।Vi informiamo che abbiamo dovuto interrompere le consegne dei menu KFC per motivi indipendenti dal nostro controllo.
26এই বিষয়ে আগ্রহের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।Vi ringraziamo per l'interessamento.
27অন্তত:পক্ষে হামরা তার কেএফসি পেয়েছেন এবং টুইট ও ইন্সটোগ্রামে তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।Almeno, Hamra è riuscito a gustare un menu KFC e ha avuto l'occasione di raccontare l'episodio su Twitter e Instagram.