Sentence alignment for gv-ben-20090115-1558.xml (html) - gv-ita-20090120-588.xml (html)

#benita
1আর্মেনিয়া: ঘৃণা, মিথ্যা আর অজ্ঞতাArmenia: odio, bugie e ignoranza sui (diritti dei) LGBT
2গতমাসে আর্মেনিয়া যৌন শিক্ষা আর লিংগ পরিচিতি নিয়ে পক্ষপাতিত্বের ব্যাপারে জাতিসঙ্ঘের সনদে স্বাক্ষর করেছে।Il mese scorso l'Armenia ha approvato [in] la dichiarazione ONU contro le discriminazioni basate sull'orientamento sessuale e l'identità di genere.
3কিন্তু সমাজে সমকামীতা সম্পর্কে বিরাজমান ভীতির কারনে এই পদক্ষেপ কিছু অপ্রত্যাশিত জায়গা থেকে কঠিন সমালোচনায় সম্মুখীন হয়েছে।Tale posizione è stata tuttavia oggetto di aspre critiche da parte del movimento omofobico prevalente nella società [in] veicolate da frange insospettabili.
4দেশী আর প্রবাসী ব্লগারদের মধ্যে একজন বিশিষ্ট সমকামী অধিকার কর্মী তার উদ্বেগের কথা জানিয়েছেন।Uno dei blogger più prolifici a sostegno dei diritti dei LGBT nel Paese e la relativa Diaspora [in], come anche nel Caucaso meridionale in generale, rilancia la propria preoccupazione al riguardo.
5বিশেষভাবে সরকার যেখানে তাদের অবস্থান মানবাধিকারের ভিত্তিতে সমর্থন করছে, একজন বিশিষ্ট সুধী সমাজ কর্মী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এর আর্মেনিয়া অফিস প্রধানের মা বিশেষভাবে ব্লগারদের বিরক্ত করেছেন তার মন্তব্য দিয়ে যে সমকামিতা দেশের উন্নয়নের জন্য হুমকি স্বরুপ।In particolare, mentre il governo difende la decisione presa in base alla salvaguardia dei diritti umani, è l'opinione espressa da un'importante attivista della società civile, madre del Direttore dell'Ufficio armeno dell'Organizzazione Mondiale della Sanità (OMS) a irritare particolarmente il blogger - opinione secondo cui l'omossessualità rappresenterebbe una minaccia per lo sviluppo del Paese.
6আনজিপড: গে আর্মেনিয়া দীর্ঘ পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন:Su Unzipped: Gay Armenia risponde con un lungo post [in], di cui riportiamo alcuni stralci:
7“(সনদে) স্বাক্ষর করার জন্য আমি সরকারের প্রতি বিরুপ প্রতিক্রিয়া আর আক্রমণ আশা করেছিলাম।
8কিন্তু আশা করিনি এই আক্রমণ কারিন ডানিয়েলানের কাছ থেকে আসবে।Prevedevo reazioni negative e attacchi contro il governo per la ratifica [della dichiarazione].
9তিনি ‘টেকসই মানব উন্নয়ন' নামক সংস্থার প্রধান, যাকে আমি সব সময়ে সম্মান করেছি আর একজন বিচক্ষণ মানুষ বলে মনে করেছি।Ma certo non mi aspettavo l'attacco di […] Karine Danielyan, Direttore dell'associazione “For Sustainable Human Development”, che ho sempre rispettato e considerato come persona intelligente.
10তিনি সমকামিতাকে একটা ‘রোগ' আর ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলেছেন।Karine ha definito l'omosessualità “malattia” e “minaccia per la sicurezza nazionale”.
11তার পিএইচডি ডিগ্রি আছে। তিনি অনেক বছর ধরে জাতিসংঘ সংস্থার সাথে ও অন্যান্য আর্ন্তজাতিক সংস্থার সাথে কাজ করছেন ।Ha conseguito un dottorato di ricerca, ha lavorato per anni per le agenzie delle Nazioni Unite e altre organizzazioni internazionali.
12তিনি যে কোন ব্যক্তি না যাকে সাংবাদিকরা রাস্তায় দাঁড় করিয়ে যৌণ শিক্ষা বা সমকামী অধিকার নিয়ে প্রশ্ন করেছে।[…] Non è una persona fermata a caso per strada da un giornalista che vuole farle una domanda sull'orientamento sessuale o sui diritti dei gay.
13সমকামী লোকের সংখ্যা এখন (বা পরে) বাড়ছে না, ড: ডানিয়েলেন।[…] Il numero dei gay non è cresciuto (e non crescerà), Dott.ssa Danielyan.
14এটা শুধুমাত্র সমাজের সংখ্যালঘুদের প্রতি সহ্যের মাত্রা যখন বেড়ে যায়, তখন তারা আরো সামনে চলে আসে। তারা তখন তাদের আসল পরিচয় না লুকিয়ে বাঁচা শুরু করে, দ্বৈত জীবন না কাটিয়ে যেটাতে আপনি হয়তো বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।È soltanto quando a crescere è il livello di tolleranza della società nei confronti delle minoranze che queste diventano più visibili, iniziano a vivere senza nascondere la propria identità, senza condurre una doppia vita in cui è presumibile che sia lei a sentirsi maggiormente a proprio agio. […]
15আমি পরামর্শ দেব যে সব সাহায্য সংস্থা ডঃ কারিনে ডানিয়েলেনের এনজিওকে অর্থ সাহায্য দেয় তারা যেন তাদের সমর্থন উঠিয়ে নেয় বা থামিয়ে দেয় এই শর্তে যে তিনি সমান প্রশিক্ষণ দেবেন।[…] Proporrei a tutte le organizzazioni che finanziano la ONG [Organizzazione Non Governativa] della dott.ssa Karine Danielyan di ritirare o congelare i fondi previo il suo superamento di un tirocinio sull'uguaglianza.
16ডঃ ডানিয়েলেনের জরুরীভাবে একটা দরকার।”La Dott.ssa Danielyan ne ha urgente bisogno.
17ব্লগার আরো লক্ষ্য করেছেন যে আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ কিছু সাংস্কৃতিক ব্যক্ত্বিত্ব সমকামী হওয়া সত্ত্বেও ডানিয়েলেন অভিযোগ করেছেন যে সমকামীতা স্থানীয় সংস্কৃতি আর সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।Il blogger sottolinea inoltre come, nonostante alcune delle maggiori icone culturali armene siano gay [in], la Danielyan continui ad accusare l'omossessualità di essere una minaccia per la cultura e la società armene.
18ব্লগ সংবাদ সম্মেলনের সময় বলা অন্যান্য ভ্রান্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে আর তার সাথে ষড়যন্ত্র তথ্যের ব্যাপারে যেখানে শুধুমাত্র আর্মেনিয়া নয় বরং বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।Il blog replica altresì ad altre inesattezze rilevate durante la conferenza stampa, oltre che alle teorie cospirative circa presunti piani di distruzione non solo dell'Armenia, ma del mondo intero.
19“মিডিয়া ক্লাবে আর একজন ছিল। অখ্যাত ভুতপূর্ব পরিবেশবাদী কাছিক স্টাম্বল্টসিয়ান।All'incontro coi media è intervenuta anche un'altra persona, il famigerato ex ambientalista Khachik Stamboltsyan.
20আমি মনে করি তার মন্তব্যের ব্যাপারে মন্তব্য করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না যেহেতু এই ব্যক্তি এটাকে একটা পাগলে পূর্ণ ক্লিনিকাল কেসে পরিণত করেছে।Temo che qualsiasi commento alle sue dichiarazioni sarebbe solo una perdita di tempo, essendosi trasformato in un caso clinico affetto da turbe psichiche.
21তার কথা অনুসারে, রাজমিস্ত্রী আর সমকামীরা মিলে বিশ্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।Egli sostiene che massoni e gay stiano tramando un complotto per distruggere la Terra… […] Mi fermerei qui.
22আমি এখানে থামব।È completamente ridicolo.
23এটা সম্পূর্ণ পাগলের প্রলাপ।” পূর্ণ পোস্টটি এখানে।Il post integrale è disponibile qui [in].