Sentence alignment for gv-ben-20100218-9605.xml (html) - gv-ita-20100223-15156.xml (html)

#benita
1মেক্সিকো: মনার্ক নামের প্রজাপতির আমেরিকার এক স্থান থেকে অন্য স্থানে যাত্রাMexico: il lungo viaggio della farfalla <em>Monarca</em> lungo il continente americano
2মেক্সিকো, যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং কানাডায় এক বিচিত্র ঘটনা ঘটতে দেখা যায়, যার মধ্য দিয়ে কেউ এক একজন ভাবতে পারে যে প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে।Tra Messico, Stati Uniti e Canada ha luogo un fenomeno naturale unico che richiama alla mente di molti quanto può essere straordinaria madre natura.
3এই অবিশ্বাস্য কাজটি করে মনার্ক (রাজকীয়) নামের এক প্রজাপতি। এই পতঙ্গটি একটি দেশ থেকে আরেকটি দেশে যাবার জন্য তিন থেকে চার প্রজন্ম অতিবাহিত করে।Questa stupefacente azione eroica viene compiuta dalle farfalle monarca, insetti che abbracciano la vita di tre o quattro generazioni per migrare da un Paese all'altro.
4মিরাপোসা মনারকা, ছবি ফ্লিকার ব্যবহারকারী গুস্তাভো (লু৭ফ্রার্ব), এবং এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।Foto della farfalla Monarca di Gustavo (lu7frb) su Flickr, ripresa con licenza Creative Commons Nel blog Destinos Inolvidables [sp] viene descritta così:
5ব্লগ ডেস্টিনোস ইনলোভিডাব্লেস [স্প্যানিশ ভাষায়](অবিশ্বাস্য গন্তব্য)-এ মনার্ক প্রজাপতি সম্বন্ধে এভাবে বর্ণনা করা হয়েছে: সৌন্দর্যের বাইরেও মনার্ক প্রজাপতি তার প্রতিরোধ ক্ষমতা এবং লম্বা সময় টিকে থাকার কারণে বিখ্যাত।La farfalla monarca, al di là della sua bellezza, si caratterizza per la resistenza e longevità; mentre alcune altre specie di farfalla hanno un ciclo di vita di 24 giorni, una farfalla monarca può vivere fino a 9 mesi, ovvero 12 volte più a lungo.
6যেখানে অন্য অনেক প্রজাপতির গড় আয়ু ২৪ দিন, সেখানে মনার্ক প্রজাপতি ৯ মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। এর মানে তারা সাধারণ প্রজাপতির চেয়ে ১২ গুণ বেশি আয়ুর অধিকারী।Ogni anno alla fine di ottobre milioni di farfalle Monarca giungono in Messico nelle foreste del Michoacan e nello Stato del Messico, dopo aver volato per circa 4.000 km dal nord degli Stati Uniti e dal Canada.
7প্রতি বছর অক্টোবর মাসের শেষে লক্ষ লক্ষ মনার্ক প্রজাপতি মেক্সিকোর মিকাওকান বনে এসে হাজির হয়।Gli abitanti della regione e molti turisti vengono a osservare l'immenso numero di farfalle che si ritrovano nel bosco, in luoghi noti come “santuari”.
8তবে এর জন্য তারা যুক্তরাষ্ট্রে ও কানাডার উত্তরাংশ থেকে প্রায় ৪০০০ কিলোমিটার পাড়ি দেয়।Nel blog Tips de Viajero[sp] si racconta l'esperienza della visita a un santuario:
9বনের ভেতরে আসা হাজার হাজার প্রজাপতিকে দেখতে এখানকার বাসিন্দা এবং পর্যটকরাও এখানে এসে হাজির হয়। এই এলাকাটি সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত।Un viaggio magnifico e assai faticoso, ma quando arrivi in cima, poter seguire il volo di milioni di farfalle attorno a te è un'emozione indescrivibile.
10ব্লগ টিপস ডে ভিয়াজেরো [স্প্যানিশ ভাষায়] (ভ্রমণকারীদের জন্য কিছু পরামর্শ), এই সংরক্ষিত বনে প্রবেশের অভিজ্ঞতার কথা বর্ণনা করছে:I bambini rimangono a bocca aperta e noi adulti recuperiamo la capacità di stupirci: senza dubbio la natura è saggia.
11এটি এক অসাধারণ যাত্রা, ভীষণ ক্লান্তিকর, কিন্তু যখন আপনি চূড়ায় উঠবেন এবং দেখবেন লক্ষ লক্ষ প্রজাপতি আপনার চারপাশে উড়ছে, তখন ব্যাপারটি ঠিক বর্ণনা করতে পারবেন না।
12শিশুরা তখন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে, এবং প্রাপ্ত বয়স্করা তখন নতুন করে বিস্মিত হবার ক্ষমতা অর্জন করে, প্রকৃতি যে জ্ঞানী এতে কোন সন্দেহ নেই।
13ভিডিও ডেভিডডিজেসি৮৪ এর তোলা:Ecco un video di DavidDJC84:
14অনেক প্রাচীন সময় থেকে এই ঘটনা ঘটে আসছে।Quest'evento risale a tempi antichissimi, come dimostrano diverse testimonianze di ammirazione.
15এই প্রজাপতি সেই সময়ে মানুষদের মনেও যে বিস্ময়ের সৃষ্টি করেছিল তারও স্বাক্ষ্য রয়েছে।Anche nei siti archeologici messicani sono state trovate sculture e dipinti di farfalle monarca.
16এমনকি মেক্সিকোর প্রত্নতাত্ত্বিক এলাকা, ভাস্কর্য এবং ছবিতে মনার্ক প্রজাপতির উপস্থিতি লক্ষ্য করা যায়।Purtroppo, a causa della deforestazione e dei bruschi cambiamenti climatici, diventa sempre più difficile sopravviere per queste farfalle.
17তবে বেদনাদায়ক বিষয় হচ্ছে বন উজাড় করে ফেলা এবং ভয়াবহ পরিবেশ পরিবর্তনের কারণে প্রজাপতিগুলোর পক্ষে এখন টিকে থাকাই কঠিন হয়ে এসেছে।
18এল ইউনির্ভাসাল সংবাদপত্রের সংবাদ অনুসারে এ বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে রা স্যাংঙ্কচুয়ারিও পিয়েড্রা হেরাডা [স্প্যানিশ ভাষায়] নামের জাতীয় সংরক্ষিত এক এলাকায় ৩০ শতাংশ প্রজাপতি মারা যায়।Secondo il quotidiano El Universal [sp] all'inizio di febbraio, in uno dei santuari nazionali più importanti, il Santuario Piedra Herrada [sp], sono morte il 30% delle farfalle monarca, a causa di una terribile ondata di freddo che ha colpito la regione.
19সেই অঞ্চলে তৈরি হওয়া এক প্রবল শীতে এ সব প্রজাপতি মারা যায়।Ciò nonostante questo fenomeno migratorio è forte e continua ancora oggi.
20তবে এখনো প্রজাপতিদের এই অভিবাসন যাত্রা চালু রয়েছে। মেক্সিকোর অন্যতম এক উৎসবের নাম হচ্ছে ডিয়া ডে মুয়েরটস (মৃত্যুর দিন) ।Una delle festività messicane più caratteristiche è El día de los Muertos [in], quando vengono commemorati i propri cari defunti.
21এই দিনটিকে মেক্সিকোর বাসিন্দারা তাদের মৃত প্রিয় মানুষদের স্মরণ করে।Una minoranza indigena, la gente Mazahua, crede che l'arrivo delle farfalle monarca, ogni anno a ottobre, rappresenti l'anima dei morti.
22এটি স্থানীয় আদিবাসীদের এক সংস্কৃতি।Credono anche che le farfalle siano portatrici dei messaggi degli dei alla terra.
23মাজাহুয়া জনগোষ্ঠী এই উৎসব পালন করে।Sul blog Rojo Mariposa [sp] viene ricordata questa credenza:
24তারা বিশ্বাস করে প্রতিবছর অক্টোবরে আসা মনার্ক প্রজাপতি তাদের জনগোষ্ঠীর মৃত মানুষের আত্মার প্রতিনিধিত্ব করে।
25একই সাথে তারা বিশ্বাস করে এই সমস্ত প্রজাপতি ঈশ্বরের কাছ থেকে পৃথিবীর মানুষের জন্য এক বাণী বয়ে আনে। ব্লগ রোজা মারিপোসা [স্প্যানিশ ভাষায়] (লাল প্রজাপতি) এই ঘটনার কথা উল্লেখ করেছে:Inoltre viene considerata un essere magico nel mio paese, perché arriva nel periodo della festa del Giorno dei morti quando, secondo la tradizione, arrivano anche le anime dei defunti.
26এটাকে আমার দেশে যাদুকরী এক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, কারণ ঐতিহ্যগতভাবে যে দিনটিকে মৃত্যুর দিন হিসেবে বিবেচনা করা হয়, সেই দিনে তারা এসে হাজির হয়।
27তাদের সাথে মৃত মানুষদের আত্মাও এসে হাজির হয়।Adesso capite perché sono così affascinato da questa meraviglia?
28এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি প্রকৃতির এই বিস্ময়কর ঘটনার প্রতি এত মুগ্ধ?