# | ben | ita |
---|
1 | ব্লগারদের আলোচনায় লন্ডন ২০১২ অলিম্পিকে লিঙ্গ যাচাই | Olimpiadi 2012: nuovo regolamento per la verifica dell'identità di genere |
2 | এটা আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনসমূহের সমিতি (আইএএএফ) লন্ডন অলিম্পিকে লিঙ্গগত সমস্যা সংক্রান্ত বিষয়ে ন্যূনতম ঘটনা নিশ্চিত করার জন্যে কতগুলো পদক্ষেপ নিয়েছে। | Il Comitato Olimpico Internazionale (CIO) e l'Associazione Internazionale delle Federazioni di Atletica Leggera (IAAF) hanno introdotto nuove misure che mirano a ridurre al minimo le spiacevoli conseguenze legate all'identità di genere dubbia degli atleti alle Olimpiadi di Londra. |
3 | সংস্থা দু'টি নতুন একটি লিঙ্গ যাচাই নীতি চালু করেছে। | I due organismi hanno emesso nuovo regolamento che sottopone alla verifica del genere. |
4 | নতুন নীতিটি সম্পর্কে লিখতে গিয়ে মানবিকতা ও স্বাস্থ্য বলেছে: | A proposito del nuovo regolamento, Humanities and Health [en, come gli altri link, eccetto ove diversamente indicato] afferma: |
5 | ২০১২ সালের খেলাটিতে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনসমূহের সমিতি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মহিলা ক্রীড়াবিদদের নিয়মিত লিঙ্গ যাচাই পরিত্যাগ করার এক দশকের বেশি সময় পরে আবার একটি ‘লিঙ্গ যাচাই' নীতি প্রবর্তিত হচ্ছে। | Alle prossime Olimpiadi, oltre un decennio dopo che la IAAF e il CIO avevano abbandonato i test di routine per determinare il genere degli atleti, ancora una volta si ricorre a una serie di test per verificarlo. |
6 | ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ ক্যাস্টার সেমেনিয়া'র লিঙ্গ সম্পর্কে তার প্রতিদ্বন্দ্বিরা চ্যালেঞ্জ করা পর এই পরিবর্তনটি এসেছে। | Il ritorno alla vecchia pratica si deve al “caso Semenya”, l'atleta sudafricana la cui identità sessuale venne contestata per la prima volta da altri atleti durante i Mondiali di Berlino nel 2009. |
7 | ২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিজয়ের পর দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদ ক্যাস্টার সেমেনিয়া'র লিঙ্গ যাচাই করা হয়। | In seguito alla sua vittoria ai Campionati Mondiali del 2009, l'atleta sudafricana Caster Semenya fu sottoposta a test per verificare il suo genere. |
8 | ছবি www.erki.nl এর সৌজন্যে | Image courtesy of www.erki.nl/ |
9 | পোস্টটিতে আরো বলা হয়: | Nel post si legge inoltre: |
10 | ক্যাস্টারের বিষয় নিয়ে শুরু হওয়া বিতর্কটি শেষ পর্যন্ত আমাদের কাছে ক্রীড়ার অর্থ এবং উদ্দেশ্য, অন্য কথায়, এর ‘নীতি' সম্পর্কে ব্যাখ্যা দাবি করে। | In ultimo, le polemiche legate al “caso Semenya” devono indurci a riflettere sul vero significato e il fine dello sport, o meglio, l'”etica”. |
11 | ক্যাস্টার অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেছেন এবং দ্বিতীয় স্থান নিয়ে গত বছর দক্ষিণ কোরিয়ার দায়েগু বিশ্ব ট্র্যাক (অ্যাথলেটিকস) চ্যাম্পিয়নশিপ শেষ করার পর (এখন) স্বর্ণ প্রত্যাশী। | Caster si è qualificata per le Olimpiadi e punta all'oro dopo essere arrivata seconda ai Campionati World Track (Athletics) di Daegu, South Korea |
12 | রিডাইরেক্ট ব্লগ উল্লেখ করেছে যে নতুন লিঙ্গ যাচাই নীতির একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র মহিলা ক্রীড়াবিদদের টেস্টোস্টেরনের (এক ধরনের হরমোন) মাত্রা দেখা: | Nel blog Redirect si rimarca come la nuova politica di controlli si limiti a verificare i livelli di testosterone nelle atlete: |
13 | অলিম্পিকটি সারা বিশ্বের অনেক ক্রীড়াবিদদের ছবি স্মরণ করিয়ে দিচ্ছে: যারা কাঁধে জাতীয় পতাকা মোড়ানো এবং গলায় একটি স্বর্ণপদক ঝুলানো। | Nella mente della gente comune sparsa in tutto il mondo, le Olimpiadi evocano lo stesso tipo di immagine: un atleta su un podio avvolto dalla bandiera nazionale e con un oro al collo. |
14 | কিন্তু লন্ডনের খেলাটির প্রাক্কালে সম্প্রতি আইওসি সন্তর্পণে নতুন একটি লিঙ্গ যাচাই নীতি জারি করে চোখ রেখেছে বেল্টের নিচে। | Ma in vista dei giochi, il CIO ha rivolto lo sguardo sotto la cintola, mentre snocciolava freddamente le nuove disposizioni sulla verifica del genere. |
15 | কারো লিঙ্গ নির্ণয়ের নানা ধরনের বিভিন্ন মাপকাঠি থাকলেও গৃহীত নতুন নীতির একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র মহিলা ক্রীড়াবিদদের টেস্টোস্টেরনের মাত্রা দেখা। | Sebbene esistano tutta una serie di criteri per determinare l'identità sessuale, i nuovi test prendono in considerazione solo di valutare i livelli di testosterone nelle atlete. |
16 | পরীক্ষার ফলাফলে মহিলাদের টেস্টোস্টেরনের মাত্রা পুরুষের স্বাভাবিক সীমার মধ্যে পড়ে গেলে তাকে প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে যদি এবং যতক্ষণ না তারা এর চিকিৎসাগত সমাধানে রাজি হয়। | Tutte le atlete i cui livelli di testosterone sono tali da rientrare nella quantità rilevata negli atleti saranno escluse dalle competizioni fino a quando non si sottoporrando a cure mediche. |
17 | ব্লগটি লিঙ্গ যাচাই সম্পর্কে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করেছে: | Nel blog si pongono interrogativi molto seri sulle modalità di verifica di genere: |
18 | লিঙ্গের কোন বাঁধাধরা সংজ্ঞা নেই। | Non esiste una definizione univoca del genere. |
19 | পুরুষ বা মহিলা - এটা আমরা দুইভিত্তিক সংখ্যার মানে চিন্তা করে থাকি। | Noi tendiamo a parlarne in termini dualistici - maschio o femmina - ma “l'identità di genere” può assumere varie forme. |
20 | কিন্তু লিঙ্গ বিবেচিত হয় একটি পরিসীমার মধ্যে। | Perciò, forse il CIO dovrebbe considerare molteplici fattori nella determinazione genetica di genere. |
21 | এসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার জন্যে আইওসি'কে হয়তো যৌন এবং লিঙ্গগত পরিমাপের একাধিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করার চিন্তা করা উচিৎ। | Sarebbe opportuno eseguire test più completi che, oltre ai livelli di testosterone, valutino i cromosomi, e comprendano l'esame degli organi genitali. |
22 | আরো বিশদ যাচাই - ক্রোমোজোম এবং জননেন্দ্রিয় ছাড়াও টেস্টোস্টেরন পরীক্ষা - আরেকটু বেশি আক্রমণাত্মক হলেও ক্রীড়াবিদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে একাধিক নিয়ামক বিবেচনার সুবিধা পেতে পারে। | Forse sarebbe tutto più invasivo, ma avrebbe il beneficio di prendere in considerazione più fattori nella determinazione del sesso delle atlete. |
23 | আইওসি নতুন নীতিটি কী অসম্পূর্ণ? নিশ্চিতভাবেই। | Allora il piano del CIO non è così perfetto? |
24 | আরো কোন ভাল উপায় আছে কী? | Certo che no! Esistono margini di miglioramento? |
25 | অবশ্যই। | Certamente. |
26 | কিন্তু শেষ পর্যন্ত নিখুঁত কোন সমাধান নেই। | Ma in fondo non c'è una risposta unica. |
27 | লিঙ্গ যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে, আর (তাই) আপনাকে কোথাও সীমারেখাটি টানতে হবে। | Quello che è sicuro è che c'è bisogno di una verifica sul genere e bisogna tracciare una linea da qualche parte. |
28 | অলিম্পিক কখনোই সর্বজনীন অন্তর্ভুক্তি বিষয়ক নয়। | Le Olimpiadi non sono mai state aperte a tutti. |
29 | এটি খেলাধূলার সবচেয়ে অভিজাতদের জন্যে সংরক্ষিত একটি বিশেষাধিকার। | Esse rappresentano un privilegio riservato all'elite sportiva. |
30 | ক্রীড়াবিদরা অজস্র অন্যান্য শর্তাবলী - ন্যূনতম বয়স থেকে শুরু করে সময়মান থেকে নাগরিকত্ব যাচাই সবকিছু - পূরণ করে তবেই অলিম্পিয়ান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। | Gli atleti devono soddisfare tutta una serie di condizioni necessarie prima di poter competere da olimpionici - a partire dall'età minima per partecipare, aver conseguito prestazioni in tempi standard, fino alla verifica della cittadinanza. |
31 | তাহলে কেন লিঙ্গ যাচাইকে খেলাটির (উৎকর্ষের) দিকে আরো একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন না? | A questo punto perché non annoverare anche la verifica del “genere” quale ulteriore step sulla via per la partecipazione ai giochi? |
32 | উপসংহারে, অলিম্পিকগেমসসাদাএমিলিওগঞ্জালো অলিম্পিকে লিঙ্গ সমতা্র উন্নতি লক্ষ্য করেছেন: | In conclusione, Theolympicgamesblancaemiliogonzalo prevede miglioramenti sul piano dell'uguaglianza di genere alle Olimpiadi: |
33 | অলিম্পিকের সময় থেকেই ক্রীড়াতে সব সময়ে লিঙ্গ বৈষম্য ছিল। | La discriminazione legata al genere è sempre esistita nello sport, persino durante i Giochi Olimpici. |
34 | যেভাবেই হোক কিছু তো পরিবর্তন হচ্ছেই…. | Tutto ciò, però, è destinato a cambiare…. |
35 | সৌদি আরবের পরিস্থিতি ঠিকভাবে সামাল দেয়ার উদ্দেশ্যে আইওসি এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। | Il CIO ha preso queste decisioni anche allo scopo di gestire meglio la questione con l'Arabia Saudita. |
36 | একই সঙ্গে খেলাধূলায় সমতা আনার জন্যে গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়াতে নারীদের মুষ্টিযুদ্ধ যুদ্ধ যোগ করা হয়েছে যেন পুরুষ এবং মহিলা উভয়েই অংশগ্রহণ করতে পারে। | Contemporaneamente la boxe femminile è stata aggiunta ai giochi olimpici estivi a conferma della parità di quelle specialita' a cui partecipano sia uomini che donne. |