Sentence alignment for gv-ben-20150522-48700.xml (html) - gv-ita-20150518-95401.xml (html)

#benita
1‘গর্বিত লেবানন’ সমকামীভীতি-বিরোধী একটি শক্তিশালী ভিডিও প্রকাশ করেছেVideo contro l'omofobia e per la promozione dei diritti LGBT in Libano
2মে মাসের ১৭ তারিখে সমকামীভীতি, লিঙ্গ পরিবর্তনকারীভীতি ও উভকামীভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (বা আইডিএএইচওটি) পালিত হবে, যে দিনে ১৯৯০ সালে বিশ্ব স্বাস্থ্য সংঘ সমকামীতাকে রোগের তালিকা থেকে অপসারণ করেছে।Il 17 maggio ricorrerà la IDAHOT - Giornata Internazionale contro l'Omofobia, la Bifobia e la Transfobia [en, come gli altri link, eccetto ove diversamente indicato], in cui si commemora la decisione dell'Organizzazione Mondiale della Sanità di rimuovere l'omosessualità dalla classificazione internazionale delle malattie nel 1990.
3এর প্রতীক্ষায় ‘গর্বিত লেবাবন‘ নামের একটি লেবাননীয় সুশীল সমাজ দল লেবাননে এলজিবিটিদের অধিকার দাবী করে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে।In attesa dell'evento, ‘Proud Lebanon‘, un'associazione libanese, ha lanciato un video che promuove i diritti LGBT nel paese.
4ভিডিওটিতে অনেক বিশিষ্ট লেবাননীয় ব্যক্তিত্ব যেমন পরিচালক জাইনা ডাকাসে এবং টেলিভিশনের উপস্থাপিকা ফুয়াদ ইয়ামিনি উপস্থাপিত হয়েছেন এবং সেই সাথে সাথে সিনথিয়া কারাম, ব্রুনো তাব্বাল, ক্যারোল আব্বোউদ, বেচারা আতাল্লা, রাবিহ্‌ সাল্লুম, মেডিয়া আজৌরি, ইয়ানা ইউনেস, ক্রিসটিন চৌইরি, নাতাশা চৌফানি, ইভোনি এল-হাসেম, পলিন হাদ্দাদ, এলি ইউসেফ এবং আঁদ্রে নাকৌজি লেবাননকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রতি সম্মান প্রদর্শন করার এবং ‘যারা ভিন্ন' তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন।Il video, in cui compaiono personalità di spicco libanesi tra cui la regista Zeina Daccache e il conduttore Fouad Yammine insieme a: Cynthia Karam, Bruno Tabbal, Carole Abboud, Bechara Atallah, Rabih Salloum, Medea Azouri, Jana Younes, Christine Choueiri, Natacha Choufani, Yvonne el-Hachem, Pauline Haddad, Elie Youssef e André Nacouzi, vuole essere un appello rivolto al Libano a rispettare la Dichiarazione Universale dei Diritti Umani e a non discriminare “i diversi”.
5আপনি কি জানেন যে মানবাধিকারের সার্বজনিন ঘোষণার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল মানুষই মুক্তভাবে ও সম মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে?Sapete che il primo articolo della Dichiarazione Universale dei Diritti Umani afferma che tutti gli esseri umani sono nati liberi ed eguali in dignità e diritti?
6আপনি কি জানেন যে ২১শতাব্দীতে, এখনো অনেক মানুষ আছে যাদেরকে প্রহার, কলঙ্কিত, গ্রেফতার এবং কোন কোন ক্ষেত্রে মেরেও ফেলা হয়…শুধুমাত্র তারা সমকামী তাই?Siete al corrente che nel XXI secolo ci sono ancora persone che vengono picchiate, etichettate e arrestate e in alcuni casi persino uccise… solo perché LGBT?
7ভিন্ন হওয়া লজ্জাজনক নয়…বরং ভিন্নতার বিরুদ্ধে লড়াই করাই লজ্জাজনক।Essere diversi non è una vergogna… è una vergogna combattere la diversità.
8সে আপনার ভাই, আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী হতে পারে।A essere discriminato potrebbe essere vostro fratello, un vostro vicino o un collega.
9সে আপনার বোন, আপনার বান্ধবী, বা বিদ্যালয়ে এমন কি আপনার নেত্রী হতে পারে।O vostra sorella, un vostro amico e perfino il vostro responsabile scolastico.
10আপনি যদি তাদের অস্তিত্বকে স্বীকার না করেন, তার মানে এই না যে তাদের অস্তিত্ব নেই।Non accettare la loro esistenza non significa che non esistano.
11এই অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যথেষ্ট নয়।Protestare contro questa ingiustizia non basta.
12আমাদের সকলেরই এই অন্যায্য আইন পরিবর্তন করে যে আইন সকল নাগরিককে রক্ষা করে সেরকমের আইন দ্বারা প্রতিস্থাপিত করার জন্য একত্রে কাজ করা উচিত।Dovremmo tutti lavorare in sinergia per sostituire a queste leggi ingiuste con altre che tutelino ogni cittadino.
13কারণ আইন হলো রক্ষার জন্য বৈষম্যের জন্য নয়।Perché le leggi servono a proteggere, non a discriminare.
14আমরা সকলেই মুক্ত ও সম হয়ে জন্ম গ্রহণ করছি।Tutti siamo nati liberi e uguali.
15আমি জানি সে সমাজের সম্মুখীন হওয়া কঠিন, কিন্তু নিদেনপক্ষে আইনকে ন্যায্য হতে হবে।Capisco quanto sia difficile affrontare la società, ma almeno le leggi devono garantire la giustizia.
16গণতন্ত্র শুধুমাত্র সংখ্যাগড়িষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠের নয় বরং এর সকল নাগরিককে নিরাপত্তা দিতে হবে।La democrazia non è solo composta da maggioranze e minoranze, ma si occupa anche della sicurezza del cittadino.
17দরিদ্রদের অধিকার রক্ষার জন্য আপনাকে দরিদ্র হবার প্রয়োজন নেই।Non è necessario esser poveri per tutelare i diritti dei poveri.
18আপনাকে নারীদের অধিকার রক্ষার জন্য নারী হবার প্রয়োজন নেই।Non è necessario essere donna per tutelare i diritti delle donne.
19একজন উদ্বাস্তুর অধিকার রক্ষার জন্য আপনার উদ্বাস্তু হবার প্রয়োজন নেই।Non è necessario essere un rifugiato per tutelare i diritti dei rifugiati.
20এবং এলজিবিটিদের অধিকার রক্ষার জন্য আপনাকে সমকামী হবার প্রয়োজন নেই।Nemmeno essere gay per tutelare i diritti della comunità LGBT.
21একজন মানুষ হওয়াই যথেষ্ট।Basta essere umani.
22এমন কি আমরা যদি ভিন্নও হই, আমাদের অসম্মত হওয়া উচিত নয়।Anche se siamo diversi gli uni dagli altri, non dovremmo disapprovare su questo.
23হোটেল মনরোতে আইডিএএইচওটি'র দিনে একত্রে অংশগ্রহণ করতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সাথে মে'র ১৭ তারিখে মিলিত হোন।A tal proposito, vi aspettiamo il 17 marzo all'Hotel Monroe, dalle 11 alle 18, per partecipare tutti insieme alla Giornata Internazionale contro l'Omofobia, la Bifobia e la Transfobia.
24লেবাননে এলজিবিটিদের অধিকারের আইনগত অবস্থা খুব বেশী পরিস্কার নয়।Dal punto di vista legislativo, lo status dei diritti LGBT in Libano non è molto chiaro.
25সেখানে এমন কোন আইন নেই যা নির্দিষ্টভাবে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করে, তবে একটি অনুচ্ছেদ আছে - অনুচ্ছেদ ৫৩৪ - যেখানে ‘প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে' এমন যৌন আচরণ নিষিদ্ধ করা হয়েছে।Sebbene non esista alcuna legge che proibisce i rapporti omosessuali nello specifico, esiste un articolo del codice penale, l'Art. 534, che punisce quegli atti sessuali “contrari all'ordine della natura”.
26যাইহোক, এই অনুচ্ছেদটিকে অকার্যকর হিসেবে কমপক্ষ্যে দু'জন বিচারক বাতিল করে দিয়েছেন।Tuttavia, almeno due giudici hanno respinto questo articolo perché considerato inapplicabile.
27সত্যিই, জানুয়ারী ২০১৪তে একজন বিচারক রুল জারি করেছেন যে অনুচ্ছেদ ৫৩৪ বলবত হতে পারে না কারণ ‘এতে পরিস্কার করে বলা নেই যে কোনটিকে অপ্রাকৃতিক বিবেচনা করা হবে।'A gennaio dello scorso anno, in effetti, un giudice aveva stabilito che l'articolo 534 era inapplicabile in quanto “non forniva una chiara interpretazione di cosa fosse considerato contro natura”.
28তার এই সিদ্ধান্ত পূর্বের একটি আদালত রুলের উপর ভিত্তি করে করা হয়েছে, যেটিতে ২০০৯ সালে অন্য আর এক বিচারকও একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।La sua decisione era, a sua volta, legata a una precedente sentenza emessa da un altro giudice che, nel 2009, era giunto alla stessa conclusione.
29২০১৪ সালের রুলিংটি বিশেষভাবে উল্লেখযোগ্য।La sentenza del 2014 merita speciale menzione.
30ঘটনাটি একটি নাম উল্লেখ না করা লিঙ্গ পরিবর্তনকারী নারীকে একজন পুরুষের সাথে যৌনক্রীয়ার অভিযোগ করার সাথে সম্পর্কযুক্ত।La storia riguardava il caso di una donna transgender, di cui non si conosce il nome, accusata di aver avuto rapporti sessuali con uomini.
31যখন মামলাটি তার নজরে আনা হলো, তখন ইদাইদ আদলতের বিচারক নাজি এল দাহদাদ মামলাটি খারিজ করে দেন এই বলে যে:Quando il caso fu portato all'attenzione del giudice Naji El Dahdad del tribunale di Jdeide, egli lo respinse, sostenendo che:
32লিঙ্গ পরিচয় শুধুমাত্র কিছু আইনি নথি দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, ব্যক্তিটির বিবর্তন ও তার লিঙ্গ সম্পর্কে তার উপলব্ধিও বিবেচনা আনতে হবে।L'identità di genere non viene definita esclusivamente da documenti legali, ma bisognerebbe considerare lo sviluppo della persona e della sua sessualità.
33সমকামিতা এই নিয়মের একটি ব্যতিক্রম কিন্তু অপ্রাকৃতিক নয় তাই অনুচ্ছেদ ৫৩৪ (যা ‘প্রকৃতির আইন লঙ্ঘন করে' এমন যৌন সম্পর্ক নিষিদ্ধ করে) সমকামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না এবং সেইজন্য, পরিভাষাগতভাবে, সমকামিতা অবৈধ নয়।L'omosessualità è un'eccezione alle norme ma non per questo contro natura; pertanto l'articolo 534 (che proibisce i rapporti omosessuali che “contraddicono la legge della natura) non può essere usato per perseguire penalmente gli omosessuali e di conseguenza l'omosessualità non può essere considerata illegale.
34এই প্রবন্ধটি তালাইন খাইকিয়ান ও নূর হাইয়ার-এর সাহায্য নিয়ে লেখা হয়েছে।L'articolo è stato redatto con la collaborazione di Taline Khajikian e Nour Hajjar.