# | ben | ita |
---|
1 | ভারতঃ মালয়ালাম ব্লগাররা সোমাইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে | India: la campagna dei blogger per Soumya |
2 | সম্প্রতি কেরালা বিক্ষোভে ফেটে পড়ে, যখন সোমাইয়া নামক এক ২৩ বছরের তরুণীকে যাত্রীবাহী চলন্তট্রেন থেকে ছুড়ে ফেলা হয়, তার আগে তাকে ধর্ষন এবং নির্মম ভাবে হত্যা করা হয়। | Lo Stato del Kerala si è riempito di sdegno dopo che la giovane ventitreenne Soumya è stata gettata fuori da un treno passeggeri in movimento [en], stuprata e brutalmente uccisa verso la fine dell'anno scorso. |
3 | এই বীভৎস ঘটনা তখন ঘটে যখন তাকে ট্রেনের কামরায় হামলা চালানো হয় এবং এরপর তাকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। সে সময় ট্রেনের একটা যাত্রী, ট্রেনের ইমার্জেন্সি চেইন টেনে ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করেনি। | E' importante notare come, mentre la ragazza veniva aggredita e spinta giù dal treno, nessuno dei passeggeri abbia mosso un dito per fermare il treno, tirando la catena d'emergenza. |
4 | নারী এবং তাদের প্রতি সংঘটিত অপরাধের বিষয়ে কেরালার সমাজ যে কত উদাসীন, এই ঘটনা তার এক পরিষ্কার প্রর্দশন। | Si è trattato di una dimostrazione lampante dell'insensibilità della società del Kerala nei confronti delle donne e dei crimini perpetrati ai loro danni. |
5 | এই ঘটনায় অভিযুক্ত গোবিন্দস্বামীকে পুলিশ পাকড়াও করে এবং সে বর্তমানে বন্দী। | Govindaswamy [en], l'accusato, è stato catturato dalla polizia, che lo tiene attualmente in custodia. |
6 | রাজ্যের পুলিশ বিভাগের মতে, গোবিন্দস্বামী এক ভিক্ষুক এবং অতীতে যার অপরাধের রেকর্ড রয়েছে। | Secondo la polizia di Stato, pare si tratti di un mendicante con trascorsi di criminalità. |
7 | হটাৎ করেই এক কৌতূহল জনক ঘটনা ঘটতে শুরু করেছে, ব্লগে লেখা শুরু হয় কি ভাবে দিন আনে দিন খায় এমন এক ব্যক্তির সপক্ষে লড়াই করার জন্য একদল আইনজীবীর দাঁড়িয়ে গেছে, পাঁচজন আইনজীবী তার পক্ষ হয়ে মামলা লড়ার ইচ্ছা পোষন করেছে। | La cosa ha cominciato a farsi improvvisamente interessante nel momento in cui i blog hanno iniziato a scrivere di come quella persona, apparentemente povera di mezzi, sia oggi spalleggiata da un battaglione di avvocati, cinque dei quali sembrano anche famosi. |
8 | এই বিষয়ে প্রচার মাধ্যম ততক্ষণ বিস্ময়কর ভাবে নিশ্চুপ ছিল, যতক্ষণ না ভেরুথেরুলা নামক এক ব্লগার একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই বিষয়ে লেখা শুরু করেন। | Il mondo mediatico è stato stranamente silenzioso sulla questione, finchè un blogger, ‘verutheoruila', ha iniziato la campagna attraverso la pubblicazione di un post sul suo blog. |
9 | ব্লগ বনাম প্রচার মাধ্যম, ছবি লেখিকার | Blog vs Media. Immagine del relativo autore |
10 | ব্লগার এই ঘটনার উপর সেই সব প্রবন্ধ এবং লেখা সংগ্রহ করছে, যেগুলো কেউ খেয়াল করে না এমন বিভাগে ছাপা হয়েছে এবং সে সেগুলোকে সবার সমানে তুলে এনেছে। | Il blogger ha raccolto articoli e frammenti che si trovavano in sezioni “nascoste” e li ha portati alla ribalta. |
11 | তার এই লেখার শিরোনাম “দয়া করে সোমাইয়াকে আবার হত্যা করবেন না” (মালয়ালাম ভাষায়)। এই বিষয়ে আজ পর্যন্ত যা যা ঘটেছে, ব্লগার তার বিস্তারিত বর্ণনা প্রদান করেছ। | Partendo dal titolo, “Per favore non uccidete di nuovo Soumya” [ml, come tutti i link tranne ove diversamente segnalato], il blogger fornisce un resoconto dettagliato e aggiornato degli eventi. |
12 | ভেরুথেরুলা তার পোস্টের উপসংহার এভাবে টেনেছে, | Verutheorila conclude il suo post con queste parole: |
13 | এটা খুব গুরুত্বপুর্ণ যে প্রচার মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং নারীবাদী সংগঠনগুলো সোমাইয়ার ঘটনার ক্ষেত্রে তাদের নীরবতা ভেঙ্গে জেগে উঠছে। | E' molto importante che i media, nonchè le associazioni per i diritti umani e i gruppi femministi, si sveglino dal loro sonno indotto, riguardo al caso di Soumya. |
14 | অপরাধীকে ধরার ক্ষেত্রে রাজ্যের নতুন সরকারের গুরুত্বপুর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। | Il nuovo Governo dello Stato deve fare passi decisivi verso la cattura dei colpevoli. |
15 | যখন এই মেয়েটি খুন হয় তখন যে দুটি রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল, তদের আন্তরিকতার সাথে এই ঘটনার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। | I due partiti politici che, alla morte della ragazza, si sono fatti avanti, devono prestare sincera attenzione al caso. |
16 | এই বিষয়ে আমাদের সচেতনতার প্রয়োজন। | |
17 | এই ঘটনার ক্ষেত্রে ইন্টারনেট এবং অনলাইন প্রচার মাধ্যমের গুরুত্বপুর্ণ কিছু ভুমিকা পালন করার আছে, অথবা আমরা আদালতে আবার সোমাইয়ার খুন হবার দৃশ্যের স্বাক্ষী হব। | Dobbiamo far sì che la questione riceva un consenso, ed Internet e i media online hanno, in questo senso, un ruolo importante da svolgere. Se così non sarà, ci ritroveremo a dover nuovamente testimoniare l'uccisione di Soumya nei tribunali. |
18 | অনলাইনের সকল ধরনের সম্প্রদায়ের কাছ থেকে এই পোস্ট সর্মথন লাভ করেছে এবং মূল পোস্টে দুইশ-এর অধিক মন্তব্য এসেছে। এই ব্লগ মূল ধারার প্রচার মাধ্যমকে বিষয়টির দিকে মনোযোগ প্রদান করতে বাধ্য করেছে। | Da tutte le parti della comunità online è giunto un supporto straripante alla questione, e a fronte degli oltre duecento commenti al post originale, questo blog ha costretto i media a prestarvi attenzione. |
19 | সাজি মন্তব্য করেছে [মালয়ালাম ভাষায়]: | Shaji commenta: |
20 | মনে হচ্ছে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের জ্ঞানের বাইরে। | E' come se ci fossero delle cose che vanno al di là della nostra conoscenza. |
21 | আমরা মূলধারার প্রচার মাধ্যম সমূহকে এই ঘটনার ক্ষেত্রে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, যেহেতু এসবের বেশির ভাগই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে। | Non possiamo credere ciecamente ai media tradizionali riguardo a ciò, poichè per la maggior parte essi lavorano assecondando certi interessi. |
22 | মূলধারার প্রচার মাধ্যমের কোন ধরনের সাহায্য ছাড়াই, আমাদের এই বিষয়টিকে সামনে তুলে ধরতে হবে এবং এই বিষয়টি সম্বন্ধে প্রচার করতে হবে। | Dobbiamo portare avanti la questione nella nostra campagna, senza il loro aiuto; a quel punto, i media tradizionali non potranno ignorare quello che sarà ormai diventato un movimento di massa. |
23 | এর পর যখন এটি এক গণ আন্দোলনে রূপান্তরিত হবে, তখন মূল ধারার প্রচার মাধ্যম তা আর উপেক্ষা করতে পারবে না। | |
24 | এমকেরালাএম সমাজের ভূমিকার উপর গুরুত্ব প্রদান করেছে [মালয়ালাম ভাষায়]: | MKERALAM sottolinea il ruolo della società: |
25 | কেরালার সমাজ কেমন হবে? | Cosa sarebbe quella del Kerala? |
26 | এক সভ্য সমাজ, নাকি এমন এক সমাজ যে অপরাধীদের রক্ষা করে? | Una società civilizzata oppure una che protegge i suoi criminali? |
27 | প্রথমে আমাদের নিশ্চিত করা প্রয়োজন যে, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। | Dobbiamo assicurarci che la risposta esatta sia la prima, che noi crediamo nella giustizia. |
28 | যদি আইনপ্রণেতার বিষয়টি ভুলে যাবার মানসিকতা গ্রহণ করে, তাহলে আমরা তাদেরকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেব। | Se i legislatori tendono a dimenticarselo, noi dobbiamo ricordaglielo, ricordandogli anche quali sono i loro doveri. |
29 | আমাদের অবশ্যই এই কাজটি করার ক্ষমতা থাকতে হবে। | Dovremmo essere in grado di farlo. |
30 | শুরুতে সোমাইয়ার জন্য এক শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছিল, আমাদের নিশ্চিত করতে হবে যে এই আন্দোলনের শিখা যেন নিভে না যায়। | Dobbiamo assicurarci che la fiamma del movimento per Soumya, dapprima potente, non si dissolva; per questo abbiamo bisogno di essere sostenuti dalle statistiche, dalle firme, dalla gente. |
31 | আমাদের দরকার পরিসংখ্যান, স্বাক্ষর, এবং এটা নিশ্চিত করা যে জনতা এর পেছনে রয়েছে। | Cerchiamo perciò di fare l'indispensabile; come comunità di blogger, possiamo garantire che la nostra campagna venga ascoltata. |
32 | কাজেই আমাদের যা যা করা দরকার তা করার চেষ্টা করা প্রয়োজন। | Salute, alla nostra vittoria, a quella della gente, a quella della verità. |
33 | ব্লগার সম্প্রদায় হিসেবে আমরা নিশ্চিত করতে পারি যে, এই প্রচারণার কথা সবাই শুনতে পাবেও, আসুন আমরা আনন্দ করি, আমরা জয় লাভ করব, জনতা জয় লাভ করবে, সত্যের জয় হবে। | |
34 | প্রচার মাধ্যমের ভুমিকা নিয়ে জিসা এলিজাবেথ-এর মত সাংবাদিকের কিছু ভিন্ন স্বর রয়েছে, যিনি মন্তব্য করেছেন [মালয়ালাম ভাষায়]: | Alcuni giornalisti, tuttavia, hanno dato voce al dissenso riguardo al ruolo dei media; è questo il caso, per esempio, di Jisha Elizabeth, che commenta: |
35 | অপরাধীর আইনজীবীর তালিকায় একজন রয়েছেন, যিনি এই মামলা লড়ার জন্য মুম্বাই থেকে এসেছেন। | Solo uno degli avvocati della lista proviene a tutti gli effetti da Mumbai. |
36 | বাকী আইনজীবীরা তার তুলনায় নবীন। কাজে কোন সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পারব যে, তার এই সব আইনজীবীরা সবাই স্বনামধন্য? | Il resto del battaglione potrebbe avere meno esperienza di lui; perciò secondo quale fonte possiamo confermare che tutti e cinque sono avvocati famosi? |
37 | আমি ধারনা করছি যে এই পাঁচ জন আইনজীবী এখানে প্রচার লাভের উদ্দেশ্যে এসেছে এবং অপরাধীকে বাঁচানোর চেয়ে প্রচারণা লাভ তাদের মুল লক্ষ্য। | Il mio sospetto è che questi cinque avvocati siano qui per farsi pubblicità, ed abbiano intenzioni diverse da quella di salvare il colpevole. |
38 | কেউ একজন অস্বীকার করতে পারবে না যে, এই সকলের পেছনে এক রহস্যময় বিষয় রয়েছে। কিন্তু সোমাইয়ার হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল না। | Non si può negare che potrebbe esserci qualcosa di losco dietro a tutto ciò; ma l'assassinio di Soumya non è premeditato. |
39 | এখন প্রচার মাধ্যম অনুসন্ধান করে দেখছে কেন এবং কখন তারা এই ঘটনার প্রতি আগ্রহী হল। প্রচার মাধ্যমকে নিন্দা না জানিয়ে, আপনারা ব্লগ জগতে এই একই কাজ করতে পারেন। | I media stanno indagando su chi, perchè e quando questi avvocati si sono interessati al caso; anche voi che fate parte del mondo dei blog potete fare lo stesso, invece di diffamare i media. |
40 | কিচু লিখেছে [মালয়ালাম ভাষায়] কেন আজকাল একজন মূল ধারার প্রচার মাধ্যমকে সম্পুর্ণ বিশ্বাস করতে পারে না: | Kichu descrive il motivo per cui non si può credere del tutto, al giorno d'oggi, ai media tradizionali: |
41 | যেমনটা চলচ্চিত্রে দেখানো হয়, মূলধারার প্রচার মাধ্যম এখন “যে লেখায় লাভ তা দিয়ে ব্যবসা করার” নীতিতে চলছে। | Proprio come si vede nei film, il mondo dei media tradizionali rappresenta ormai un ‘business con contenuto di profitto'. |
42 | আমি বিশ্বাস করি যে আজকাল সংবাদপত্রের চেয়ে ব্লগ বেশি সংবাদ প্রদান করে। এই ঘটনা সম্বন্ধে আমি প্রচার মাধ্যম থেকে নয়, বরঞ্চ ব্লগ থেকে জানতে পেরেছি। | Ora come ora credo più ai blog che ai giornali; questa notizia, per esempio, l'ho appresa da questo blog, e non da altri media. |
43 | যদি আমরা আমাদের এই স্বরটি তাদের কাছে পৌঁছাতে পারি, যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাহলে সোমাইয়ার সাথে আপনিও জিতবেন। | Se riusciamo a far sentire questa voce a chi detiene il potere, allora vincerete tutti insieme a Soumya; in caso contrario noi, il pubblico, faremo sempre la parte degli stupidi. |
44 | সাধারণ মানুষের দুর্দশা সম্বন্ধে আনোপ জ্যাকোব থমাস লিখেছে [মালয়লাম ভাষায়]: | Anoop Jacob Thomas parla della condizione dell'uomo comune: |
45 | এখানে এক বেদনাদায়ক তথ্য রয়েছে যা আমি ব্যক্তিগতভাবে লাভ করেছি, এটি এমন এক রাষ্ট্র যা অপরাধীদের অনেক ভাবে রক্ষা করে থাকে এবং যতক্ষন না বিষয়টি জনসম্মুখে উঠে আসে, ততক্ষণ পুলিশ কিছুই করে না। পুলিশ, যাদের এই ঘটনার তদন্ত করার কথা, তারা হয়ত তা করবে (কখনো, কখনো) এবং যে সমস্ত লোকদের কাছে টাকা, ক্ষমতা এবং প্রভাব রয়েছে তারা সবসময় নিরাপত্তার মধ্যে থাকে। | Come ho potuto tristemente sperimentare in prima persona, questo è un Paese che dà molta “protezione” ai criminali, mentre la polizia non fa nulla per far sì che questo caso salga alla ribalta della cronaca; essa si limita a svolgere (ogni tanto) il proprio dovere, che dovrebbe essere quello di investigare, e chi ha soldi, potere e influenza continua a godere di protezione. |
46 | আসুন ভাবি যে, এই বিষয়ে কিছু একটা ঘটবে, কিন্তু যতক্ষণ না প্রমাণ সহ তথ্য সরবরাহ করা হচ্ছে ততক্ষণ আদালত অসহায়। | Confidiamo che qualcosa accadrà ma, in mancanza di fatti supportati da prove, il tribunale ha le mani legate. |
47 | যখন জনতা মূলধারার প্রচার মাধ্যমের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, তখন নিজস্ব এক স্বর বিপ্লব ঘটিয়েছে, যার মধ্যে দিয়ে আমরা সংবাদ মাধ্যমে এবং অনলাইন প্রচারণার সৃষ্টি করছি, যেমনটা এই ঘটনার ক্ষেত্রে ঘটেছে, যা সাধারণ মানুষদের এক কণ্ঠস্বর প্রদান করেছে, যাকে উপেক্ষা করা যায় না। | Mentre i media tradizionali perdono la fiducia del pubblico, i blog, dando la possibilità ad ogni individuo di far sentire la propria voce, hanno rivoluzionato il nostro modo di accedere alle notizie, e campagne online come questa danno voce all'uomo comune, che in questo modo non può più essere ignorato. |