Sentence alignment for gv-ben-20140308-42103.xml (html) - gv-ita-20140309-90796.xml (html)

#benita
1দরিদ্র দেশের জন্য ব্যয়বহুল বৃক্ষঃ বেলজিয়াম থেকে আনা গাছের জন্য তাজিকিস্তানের কয়েক মিলিয়ন ডলার খরচTagikistan: costosi alberi importati dal Belgio per un paese poverissimo
2তাজিকিস্তানের রাজধানী দুশানবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর তারা দামি কাঠের জন্য যে কয়েকশ দশক পুরনো বিখ্যাত বড়ো গাছগুলো কেটে ফেলে, সেগুলোর বদলে দামি বিদেশী গাছ আনা হবে।Le autorità di Dushanbe, la capitale del Tajikistan, hanno deciso che costosi alberi stranieri costituiscono il miglior rimpiazzo per le centinaia di vecchi platani abbattuti ogni anno [en].
3একটি স্থানীয় বার্তা সংস্থা ওজোডাগনের [রুশ] মতে, কর্তৃপক্ষ বেলজিয়াম থেকে ৩ হাজার বাদাম গাছ আমদানি করেছে।Secondo Ozodagon [ru], un'agenzia di stampa locale, le autorità avrebbero intenzione di importare più di 3,000 alberi di castagno dal Belgio.
4আমদানি করা প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার। অতএব এ পরিমান গাছ আমদানি করতে মোট খরচ হয়েছে প্রায় ৪.Ciascun albero costerebbe circa $1,500 dollari, portando il costo totale dell'operazione di importazione a circa $4,5 milioni.
5৫ মিলিয়ন মার্কিন ডলার।Irritata dalla notizia, Tomiris scrive sul suo blog [ru]:
6এই খবরে রাগান্বিত হয়ে তমিরিস তাঁর ব্লগে [রুশ] লিখেছেনঃ…Viviamo sulla base del principio del “costoso = buono”?
7…আমরা কি “দামি = ভালো” মতবাদে বিশ্বাস করে বেঁচে আছি ?Qualcuno può dirmi perché cavolo un Paese così povero dovrebbe importare alberi così cari?
8কেউ কি আমাকে বলতে পারেন, এমন একটি দরিদ্র দেশ কেন দামি গাছ কেনে ?Cosa c'è che non va con gli alberi coltivabili localmente?
9টাকা খরচ না করে স্থানীয়ভাবে যেসব গাছ উৎপাদন করা যায়, সেগুলোতে তাদের কি সমস্যা ?$1,500 dollari costituiscono 37 pensioni medie al mese!
10১,৫০০ মার্কিন ডলারে গড়ে ৩৭ জন লোকের মাসিক অবসরভাতা হয়ে যায়!Sono circa 10 salari medi per insegnanti e medici!
11এই টাকায় শিক্ষক এবং ডাক্তারদের ১০ মাসের মাসিক বেতন হয়ে যায়! …Sono l'unica che pensa che il nostro governo sia impazzito?
12শুধুমাত্র আমি একাই কি ভাবছি যে আমাদের সরকার পুরোপুরি উন্মাদ হয়ে গেছে ? অনেক প্রতিক্রিয়ার ঝলক দেখিয়ে তমিরিস এই ঘটনাটি নিয়ে টুইটও করেছেনঃL'utente Tomiris ha scritto di questa storia anche su Twitter, provocando numerose reazioni [en, come i link seguenti, salvo diversa indicazione]:
13দুশানবের জন্য তাজিকিস্তান ৩ হাজারটি বেলজিয়ান বাদাম গাছ কিনেছে।Il Tajikistan ha comprato 3,000 castagni dal Belgio per Dushanbe.
14প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার।Ogni albero costa circa $1,500 dollari #machecazzo #follia #solointajikistan
15একটি ধারনা পাওয়ার জন্যঃ (একটি গাছের দাম) ১,৫০০ মার্কিন ডলার, যা গড়ে ৩৭ জনের মাসিক অবসর ভাতার সমান। এই বিশাল অংক ১০ জন শিক্ষক বা ডাক্তারের মাসিক বেতনের সমান।Per una prospettiva: $1,500 (il costo di un albero) è pari a 37 pensioni medie al mese o a 10 salari medi mensili per insegnanti e medici #solointajikistan
16@তমিরিসটিজে দুশানবেতে একজন বিভ্রান্ত এবং অকাজের মেয়র আছে।Dushanbe ha un Sindaco confuso e dei cittadini passivi.
17আমি শুধুমাত্র আশা রাখি গাছগুলো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ এবং শহরের অব্যবস্থাপনা পূর্ণ পরিবেশে যেন টিকে থাকে।Spero solo che gli alberi riescano a sopravvivere al caldo torrido dell'estate e alla cattiva amministrazione della città.
18@তমিরিসটিজে আপনি আরেকটু খেয়াল করলে দেখবেন, তারা এই গাছগুলোর জন্য বিশেষ ধরনের মাটিও কিনবে - প্রতিটি গাছের জন্য হয়তোবা ২,০০০ মার্কিন ডলারের মাটি কিনবে।Vedrai, acquisteranno anche un terreno speciale per gli alberi - $2,000 dollari per ciascuna pianta.
19@ইতাজিকিস্তান @তমিরিসটিজে অদ্ভূত।Wow.
20আমি অবাক হচ্ছি, তারা গাছের নিচে ঘাস লাগাতে কতো টাকা খরচ করবে।Mi chiedo quanto spenderanno per il prato da piantare sotto agli alberi.
21@তমিরিসটিজে বাদাম গাছগুলো লাগাতে তারা এই সুন্দর বিশাল বড় বড় ছায়া প্রদানকারী গাছগুলো কেন কাটবে?!Perché vogliono tagliare quei magnifici alberi, tanto per cominciare?!
22নগর সরকার যা করছে, তা রীতিমতো বাস্তুতন্ত্র হত্যার সামিল, রীতিমতো অপরাধ …Quello che sta commettendo l'amministrazione della città è un “ecocidio”, un crimine…