# | ben | ita |
---|
1 | ল্যাটিন আমেরিকাঃ ইন্টারনেটে ব্রেস্ট ইমপ্ল্যান্টসের ভুক্তভোগীরা | America Latina: le donne con protesi al seno difettose si attivano sul web |
2 | [সব লিন্কগুলো স্প্যানিশ ভাষায়] | |
3 | এই সমস্যা তখন থেকেই শুরু হয়েছে যখন ল্যাটিন আমেরিকায় পিআইপি ব্রেস্ট ইমপ্ল্যান্টস এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ফলে জনস্বাস্থ্য, এবং এই ক্ষেত্রে ব্যয় নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। | I problemi causati dalle protesi mammarie del tipo PIP (Poly Implant Protheses) difettose ha portato sul tavolo della sanità pubblica latinoamericana la profonda crisi di valori che accompagna l'alto numero di interventi per aumento del seno e le risorse spese per queste operazioni. |
4 | ২০১০ সালের প্রথম সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ক্যান্সারের বিভিন্ন কারণের মধ্যে ব্রেস্ট ইমপ্ল্যান্টসকে সনাক্ত করা হয়। | Il primo campanello d'allarme è suonato all'inizio del 2010, in seguito alla scoperta di numerosi casi di tumore in donne unite dal comune denominatore delle protesi al seno. |
5 | কয়েক মাস পরে, এই ব্যাপারটি এতই ছড়িয়ে পড়ে যে অনেক নারী সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে একত্রে এ ব্যাপারে তাদের তথ্য, মতামত এবং আইনত ব্যবস্থা নেয়ার কথা বলেন। | Col passare dei mesi, la preoccupazione è andata crescendo così tanto che molte donne si sono unite sui social media per dare voce alle loro opinioni, per condividere informazioni e anche per organizzare azioni legali. |
6 | এরকম ঘটনা ঐ মহাদেশে ছড়িয়ে পড়ে। | Esame di una protesi mammaria. |
7 | তারপরও যেসব নারী এ ব্যাপারে হিস্পানিক ওয়েব ২. | Foto di Wideweb Videographer, copyright Demotix. Moltissimi sono i casi in tutto il continente. |
8 | ০- এ সর্বাধিক প্রতিবাদ মুখর ছিলেন, তাদের কিছু ঘটনা উল্লেখ করব। | Alcuni di questi hanno avuto una forte eco in tutto il web in Sudamerica. |
9 | সেখানে এখনো অনেক উত্তরহীন প্রশ্ন আছেঃ কে ব্যয় করবে? | Ci sono ancora molte domande a cui rispondere. Chi dovrebbe pagare gli espianti? |
10 | ইমপ্ল্যান্টস খুলে ফেলার পর কি হবে? | Che cosa accade dopo che le protesi vengono rimosse? |
11 | ঝুঁকি কতটুকু? | Quanto è alto il rischio? |
12 | ভুক্তভোগীদের মতামত কি? | Qual'è l'opinione delle interessate? |
13 | এবং আরোঃ এবং তা ল্যাটিন আমেরিকা সম্পর্কে কি বলে, সৌন্দর্য বিষয়ে সার্জারি বিশেষ করে স্তন বৃদ্ধির উচ্চ চাহিদা? | |
14 | সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টস এর উপর একটি পরীক্ষা। ছবিঃ ওয়াইড ওয়েব ভিডিওগ্রাফার, গ্রন্থস্বত্বঃ ডেমোট্রিক্স। | E anche: che cosa ci dice dell'America Latina questa richiesta così estesa di interventi di chirurgia estetica, in particolare per l'aumento del seno? |
15 | কলম্বিয়ায় এই ব্যাপার নিয়ে অনেক নারী ফেসবুকে গ্রুপ খুলেছেন। | In Colombia, i casi abbondano e molte donne si sono organizzate in gruppi su Facebook. |
16 | এগুলোর মধ্যে দুটি হল দোজ অ্যাফেক্টেড বাই পিআইপি ব্রেস্ট ইমপ্ল্যান্টস ইন কলম্বিয়া এবং উইমেন অ্যাফেক্টেড বাই পিআইপি ব্রেস্ট ইমপ্ল্যান্টস ইন কলম্বিয়া, যেগুলো জনস্বাস্থ্য সংস্থাগুলোর দায়ভার নিয়ে প্রশ্ন তুলে একটি ব্লগও প্রকাশ করেছেঃ | Due esempi sono Quelle con protesi al seno PIP in Colombia [es, come i seguenti link ove non diversamente indicato] e Donne con protesi al seno in Colombia, che pubblica anche un blog, su cui alcune hanno chiamato in causa la responsabilità delle istituzioni sanitarie pubbliche: |
17 | এই পিআইপি ইমপ্ল্যান্টসগুলো ১১ বছর ধরে বৈধভাবে বিক্রীত হচ্ছে যদিও মানবদেহে এর উপাদানগুলোর প্রয়োগ সম্পর্কে কলম্বিয়ান কর্তৃপক্ষের কাছে কোন লিখিত তথ্য নেই… | Le protesi PIP sono state vendute legalmente in Colombia per 11 anni, malgrado le autorità colombiane non abbiamo mai avuto in mano documenti che comprovassero che i loro componenti potessero essere usati sugli esseri umani… |
18 | অন্যরা তাদের কথা বলতে ব্লগ লিখছেন, যেমন নো টু দ্য বায়োপলিমারস। | Altre hanno creato blog per raccontare le loro storie, come No ai biopolimeri. |
19 | এই দল এবং ব্লগগুলো তথ্য, প্রশ্ন ও ইমপ্ল্যান্টস এর ব্যাপারে তাদের মতামত, রক্ষণাবেক্ষণ ও খুলে ফেলার ব্যাপারে সমর্থন লাভ করেছে। | Questi gruppi e blog raccolgono testimonianze, domande e riferimenti sulle protesi, oltre che sulla loro cura e rimozione. |
20 | এছাড়া, যারা ইমপ্ল্যান্টস খুলে ফেলার সম্ভাব্যতার ব্যাপারে আলোচনা ও আইনত ব্যবস্থা সম্পর্কিত তথ্যের জন্য আগ্রহী তারাও পেয়েছেন। | Le donne che partecipano cercano di capire quali azioni legali possono intraprendere, oppure discutono la possibiltà di sostituire o meno le protesi. |
21 | চিলিতে ড্যানিয়েলা ক্যাম্পস, যিনি এ ব্যাপারে সতর্ক বৃদ্ধি ও গণ সংস্থার অনুসন্ধান ও দায়ীদের শাস্তির আহবান জানাতে তার ইউটিউব চ্যানেল ব্যবহার করেছেন, তিনিসহ অন্য ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। | In Cile, altre vittime hanno condiviso le loro esperienze, per esempio Daniela Campos, che ha usato il suo canale YouTube per lanciare l'allarme e chiedere la partecipazione delle istituzioni nelle indagini sul caso e la punizione dei colpevoli. |
22 | ড্যানিয়েলা সামাজিক সাইটগুলোতে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য তার পাঠকদের আহ্বান জানান, এবং তিনি ইমপ্ল্যান্টস খুলে ফেলার প্রয়োজনে দায়ীদের আইনের আওতায় আনার জন্য একটি ফেসবুক গ্রুপ গড়েছেন। | Daniela ha chiesto a coloro che la seguono sul web di dare eco a queste richieste sui social network, e ha creato un gruppo facebook per esigere che i responsabili rispondano di fronte alla legge per aver causato ulteriori interventi per per rimuovere le protesi. |
23 | http://youtu.be/TZNmgCUPvlM | http://youtu.be/TZNmgCUPvlM |
24 | যাহোক, হারনান কোরাল তার ডেরিকো ওয়াই একাডেমিয়া ব্লগে এর আইনত সমস্যাগুলো তুলে ধরেছেনঃ: | Tuttavia, Hernán Corral ha sollevato i problemi legali collegati a questo tema nel suo blog Derecho y Academia: |
25 | এই ক্ষতিগ্রস্ত চিলিয়ান নারীরা কি এরকম কিছু আশা করেছিল? | Le donne cilene interessate dal problema possono invocare la responsabilità del produttore? |
26 | দুর্ভাগ্যবশত, আমাদের আইন ব্যবস্থা বিনাদোষে সাজা পাওয়ার বিষয়টি এখনো নেয় নি। (…) ক্ষতিগ্রস্ত চিলিয়ানরা যারা জনস্বাস্থ্য সংস্থার কাছে চিকিৎসার উপাদানের জন্য নিবন্ধন চেয়েছিল, তারা এর প্রস্তুতকারকদের কাছে অভিযোগ করতে পারত। | Sfortunatamente, il nostro sistema giuridico non ha ancora recepito questo tipo di responsabilità (…) Le donne cilene colpite, invocando la registrazione da parte dell'Istituto di Sanità Pubblica come prodotto medicinale (e pertanto potenzialmente pericoloso), potrebbero fare causa al produttore. |
27 | কিন্তু যদি পলি ইমপ্ল্যান্টস প্রতিক্রিয়ার জন্য কোন বিশেষজ্ঞ চিলিতে না থাকে, তাহলে তাদের কোম্পানির জন্য টিকে থাকা কঠিন হবে। | Ma se la Poly Implants Protheses non ha una rappresentanza in Cile, sarà molto difficile per loro far comparire la società in giudizio. |
28 | মিয়ামিতে সোফিয়া জিমিনেজ পিআইপি ব্রেস্ট ইমপ্ল্যান্টস নিয়ে তার অভিজ্ঞতার আলোকে একটি ব্লগ খুলেছেন। | Da Miami, Sofía Jiménez ha aperto un blog per raccontare la sua esperienza con le protesi PIP. |
29 | এতে এর মধ্যস্থতা সম্পর্কিত অনেক ঘটনা ও ইমপ্ল্যান্টস খুলে ফেলা সম্পর্কিত তথ্যের বিবরণ দেয়া হয়েছেঃ | Vi si trovano informazioni sul prima e dopo intervento e su come scoprire se gli impianti si siano perforati: |
30 | সব ধরণের সংক্রমণ ও জটিলতায় আক্রান্ত নারীদের ঘটনা আমার চোখ আরো খুলে দিয়েছে। | Il fatto di stare vicino a storie di donne con ogni tipo di sintomo e complicazione mi ha fatto aprire un po' di più gli occhi. |
31 | জানি না, ইনপ্ল্যান্টসগুলো আসলেই ততটা নিরাপদ যতটা আমরা ভাবি? | Mi chiedo se queste protesi siano sicure come vorremmo credere. |
32 | কিন্তু ল্যাটিন আমেরিকায় এত স্তন স্ফীতি সার্জারির কারণ কি? | Ma cosa c'è dietro il grande numero di interventi di aumento del seno in America Latina? |
33 | ভেনিজুয়েলা থেকে দু'জন ব্লগার বিবরণ দিয়েছেন। ন্যাকি তার অফিসের পাশে কর্মরত বিভিন্ন নারীদের কথা ProDavinci ব্লগে উল্লেখ করেছেনঃ: | Dal Venezuela in due blog si riflette su questo argomento: Naky ha riportato le testimonianze di diverse donne che lavorano vicino al suo ufficio nel blog ProDavinci: |
34 | [এক নারী] এখনো তিনি ব্যাংকের সিংহভাগ অর্থের মালিক যা তিনি সার্জারিতে ব্যয় করেছেন(…) তাঁর বয়স ২৪ বছর(…) তিনি নূন্যতম মজুরির মাত্র কিছু বেশি আয় করেন এবং তার ৪০০ সিসি পিআইপি ইমপ্ল্যান্টস আছে। | [Una di loro] Deve ancora pagare la maggior parte del finanziamento che ha chiesto per l'intervento (…) ha 24 anni (…) guadagna poco più del minimo e ha protesi PIP da 400 cc. Ringrazia Dio di aver avuto i soldi per pagare tutto questo (…) “Non tutte arriviamo a Miss Venezuela, questo ci fa credere che potremmo” |
35 | তিনি এসবের পেছনে অর্থ ব্যয় করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন(…) “আমাদের কেউই হয়তো মিস ভেনিজুয়েলা হতে পারবে না, কিন্তু আমাদের বিশ্বাস করাতে পারবে যে হ্যাঁ, আমরা পেরেছি।” | [Un'altra] “Il modo in cui ti senti valorizzata indossando i tacchi alti non è nulla a confronto di come ti senti quando un uomo ti guarda come se volesse strapparti la camicetta. “ |
36 | [অপর এক নারী] “হাই হিল পরে আপনি যা পান, তা কখনো এই উপায় যা আপনার উপর একজন পুরুষের অশ্লীল দৃষ্টিপাতকে প্রলুব্ধ করে, তার সাথে তুলনীয় হতে পারে না।” | Delle nove donne intervistate, solo una conosce il tipo di protesi impiantata, ha conservato il certificato ed è riuscita a parlare col suo chirurgo, il quale le ha garantito che era tutto a posto. |
37 | সাক্ষাৎকার প্রদানকারী নয় নারীর মধ্যে শুধু একজনই তার ইমপ্ল্যান্টের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন, এর সনদপত্র রেখেছেন এবং তার সার্জনের সাথে কথা বলতে সক্ষম হয়েছেন, যিনি তাকে সবকিছু ঠিক থাকার আশ্বাস দিয়েছেন। | |
38 | বাকিরা ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যাখ্যাত হয়েছেন। | Le altre hanno fatto qualche telefonata, ma sembra che si trovino in una fase di negazione. |
39 | তাদের কেউই অস্ত্রোপচারের জন্য তৈরি নন(…) তারা তাদের অনুপস্থিতির জন্য কোন ক্ষতিপূরণ ছাড়াই তাদের ইমপ্ল্যান্টস খুলে ফেলার ধারণাকে ধৃষ্টতা মনে করেন। | Nessuna si opererebbe di nuovo. Trovano impossibile pensare di dover rinunciare alle loro curve senza nulla che ne compensi l'assenza. |
40 | কার্লা মতামত দেন যে, নতুন ইমপ্ল্যান্টসের জন্য সরকারের ব্যয়ভার বহন করা উচিত এবং ক্ষতিগ্রস্ত নারীদের নিয়ে কাজ করার জন্য বিশেষ অনুমতি দেয়া উচিত(…) | Karla è arrivata a suggerire che il governo stesso dovrebbe pagare delle nuove protesi e riconoscere dei permessi speciali per le donne assenti dal lavoro per questo motivo. (…) |
41 | অবশেষে, অ্যাপোরিয়াতে অ্যান্টোনিও রাঞ্জেল এই সৌন্দর্যচর্চার বিরুদ্ধে সামাজিক উদাসীনতা এবং এটি কেন এত জনপ্রিয় তা নিয়ে প্রশ্ন তুলেছেনঃ | Infine, su Aporrea, Antonio Rangel discute lo sfondo sociale che sta dietro il cambio estetico e perché è così popolare: |
42 | কিছু নারীর কথা বাদ দেয়া অসম্ভব যারা হয়রানি বা নির্যাতনের শিকার, যা তাদেরকে ভাবতে শিখিয়েছে যে, আবেদনময়ী বা আকর্ষণীয় হওয়াটা সামাজিক ও অর্থনৈতিক সাফল্য, অনিবার্য আবেদনময় টোপের সাহায্যে সবচেয়ে ভালোটিকে “সঙ্গী” হিসেবে বেছে নেয়ার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তারা ভাবতেই পারে নি যে, এই কোম্পানিগুলোই সৌন্দর্য প্রতিযোগিতা, ফ্যাশন শো, লোভনীয় কসমেটিকস থেকে আয় করে যেমন এই ক্ষেত্রে লাভ করে… | E' innegabile che alcune donne, vittime di una tremenda alienazione o follia che ha fatto loro credere che essere più sexy e attraenti sia direttamente correlato al successo sociale ed economico, trasformate dalla sera alla mattina in irresistibili esche sessuali, saranno dotate del potere di scegliere nel branco di ammiratori ammaliati che le seguono colui che considerano il miglior partito(…) Non pensano nemmeno che le società che sponsorizzano i concorsi di bellezza, le sfilate di moda, i cosmetici magici, siano le stesse che traggono profitti dalle protesi… |
43 | আরো অনেক প্রশ্ন ও আলোচনা ওয়েব দুনিয়ার জায়গা ভরিয়ে দেবে। | Molte domande e discussioni prendono sempre più spazio nel web. |
44 | লক্ষ লক্ষ নারী এখনো সার্জারি ও চিকিৎসার বিস্তারিত জানে না। | Centinaia di migliaia di donne si stanno domandando che cosa comporti un intervento estetico e quale sia il trattamento a posteriori. |
45 | চিকিৎসা ক্ষেত্রে সৌন্দর্য সম্পর্কিত সার্জারির প্রতিক্রিয়া ও এর বহুল ব্যবহার অনেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। | Gli effetti della chirurgia estetica e del suo uso compulsivo sulla salute sono stati al centro di un forte dibattito. |
46 | যদিও, আইনি লড়াই এখনো শুরু হয় নি বললেই চলে, কিন্তু নারীদের সৌন্দর্যচর্চার উপর সামাজিক বাধ্যবাধকতা এবং এ নিয়ে নারীদের প্রতিক্রিয়াই এখন চারিদিকে আলোচনার বিষয়। [All links lead to Spanish language pages except when otherwise noted] | Mentre le battaglie legali sono solo all'inizio, parte dell'opinione pubblica comincia a mettere in discussione le imposizioni sociali sulla visione estetica della donna e anche come le donne rispondano a questo tipo di pressioni. |