Sentence alignment for gv-ben-20080810-1115.xml (html) - gv-ita-20080810-240.xml (html)

#benita
1জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ার সাম্প্রতিক খবরGeorgia: Ossezia del Sud – Aggiornamenti
2দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন।
3স্থানীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার কেন্দ্রে সংঘাত ছড়িয়ে পরেছে।Secondo le ultime notizie dei media locali e internazionali gli scontri vanno intesificandosi in Georgia.
4বিচ্ছিন্নতাকামী প্রদেশ দক্ষিণ ওসেটিয়া নিয়ে রাশিয়ার সাথে সর্বশেষ সামরিক সংঘাত ক্রমান্বয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে রুপ নিচ্ছে।Il nuovo confronto militare con la Russia sulla regione di confine nell'Ossezia del Sud sembra sempre di più una vera e propria guerra.
5তিবলিসি থেকে উ ওয়েই রিপোর্ট করছেন যে জর্জিয়ার রাজধানী তিবলিসির ঠিক বাইরে অবস্থিত ভাজিয়ানী সামরিক স্থাপনাতে বোমা ফেলা হয়েছে।Wu Wei scrive da Tbilisi che la base militare di Vaziani, nei dintorni della capitale georgiana, è stata bombardata.
6এটি বেশ অশুভ লক্ষণ:Uno scenario che non promette nulla di buono.
7আরও সংবাদে জানা গেছে যে রাশিয়ানরা তিবলিসির কাছে মারনেউলি বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত করেছে।Giungono notizie secondo cui i russi hanno danneggiato la pista dell'aeroporto di Marneuli nei pressi di Tblisi.
8আমরা ভাবছি জর্জিয়ার বিমানবাহিনী কি করছে।Ci stiamo chiedendo che intenzioni abbia l'aviazione georgiana.
9কোন পক্ষই এখনও যুদ্ধ ঘোষণা করে নি এবং রাশিয়ানরা আক্রমণ করেই যাচ্ছে, তবে যখন সব কিছু বিবেচনা করা হয় তখন বোঝা যায় এটি যুদ্ধই বটে।Nessuno ha ancora dichiarato guerra, e i russi non si sbilanciano, ma osservando il quadro generale, sembra proprio così.
10দেখা যাচ্ছে কয়েকজন সম্মানিত নেতা অগ্রসর হয়েছেন মধ্যস্ততা করতে, যেমন লিথুয়ারিয়ার রাষ্ট্রপতি এডামকাস।Si preannuncia l'arrivo di qualche persona importante, come il Presidente Adamkas dalla Lituania.
11তাদের দ্রুত পৌছানো হওয়া উচিৎ।Farebbero bene a sbrigarsi.
12একই ব্লগ জানাচ্ছে যে বিভিন্ন দেশের দুতাবাস তাদের নাগরিকদের সরানোর উদ্যোগ নিচ্ছে।Lo stesso blog aggiunge che le ambasciate si stanno preparando alla possibile evacuazione dei propri cittadini in zona.
13তবে, তারা এখনো নিশ্চিত নয় যে এর প্রয়োজন হবে কি না:Ma non è ancora detto si debba arrivare a simili operazioni.
14মনে হচ্ছে সেরকম কোন উদ্বাসন করা হলে আর্মেনিয়ার স্থলপথ ব্যবহার করা হবে।Sembra che in caso di evacuazioni si andrà in Armenia.
15আমাদের গ্রীক নাগরিকদের সেরকমই বলা হয়েছে।Lo stesso ha riferito un amico greco.
16মনে হচ্ছে এ সপ্তাহের প্রারম্ভে সমস্ত দুতাবাসের এক সম্মিলনে এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে।Questo sembra essere il piano concordato ad una riunione di tutte le ambasciate in zona svoltasi a inizio settimana.
17তবে, কেউ আশা করছে না যে এর প্রয়োজন হবে।In realtà nessuno pensa che questo sia necessario.
18আমি আগামী বৃহস্পতিবার লিথুয়ানিয়া ছাড়ছি এমনিতেই।Io partirò per la Lituania giovedì prossimo per un weekend lungo.
19আজ বিকেলে কুটনীতিকদের আরেকটি মিটিং ডাকা হয়েছে যেখানে রাশিয়ান ছাড়া অন্য সব দেশের কুটনীতিকরা গিয়েছেন।Per questo pomeriggio era prevista un'altra riunione tra i diplomatici, a cui hanno partecipato tutti eccetto i russi.
20এ ফিস্টফুল অফ ইউরোজ ব্লগ জর্জিয়ার এই পরিস্থিতি পর্যালোচনা করছে, তবে প্রশ্ন করছে যে রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার জন্যে এই যুদ্ধের ঝুঁকি নেবে কি না।A Fistful of Euros esamina la situazione dalla Georgia, ma si chiede anche se la Russia rischierà una guerra in Ossezia del Sud.
21এটি আরও চিন্তা করছে তিবলিসি এই আক্রমণের জন্যে আমেরিকা ও ইউরোপের মৃদু সমর্থন পেয়েছে কি না:E si domanda anche se Tbilisi non abbia ricevuto una tacita approvazione per le operazioni militari da Stati Uniti ed Europa.
22প্রথমে, রাশিয়ার কর্ণধাররা কি করবে?Primo, cosa farà la leadership russa?
23তারা গত সপ্তাহে সংঘাতের তু্ঙ্গে জর্জিয়ার আকাশ সীমান্তে তাদের প্লেন চলার নির্দেশ দিয়েছিল এবং খবর এসেছে যে জর্জিয়ার শহর গোরি এবং কার্টভেলিতে একটি করে বোমা পরেছে।Hanno voluto violare lo spazio aereo georgiano con aerei russi nel corso della settimana passata durante l'escalation, e i media riportano che hanno bombardato le città georgiane di Gori e Kartveli.
24তবে মনে হচ্ছে এটি একটি প্রতীকি আক্রমণ ছিল। তাদের যদি শহর দুটোয় বোমা মারার ইচ্ছা থাকতো তারা সানন্দেই তা করত।D'altro canto, questo sembra un gesto esplicito - se i russi vogliono bombardare Gori e Kartveli, sono assolutamente in grado di farlo.
25রাশিয়া হয়ত পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে দায়ী তবে শাকাস্ভিলির সরকার জুয়া খেলছে এই ভেবে যে রাশিয়া হয়ত ৭০,০০০ দক্ষিণ ওসেটিয়াবাসীদের জন্যে এতবড় ঝুঁকি নেবে না।Ovviamente i russi posono procedere con l'escalation del conflitto, ma il governo di Saakashvili ha scommesso che la Russia non vorrà far fuori 70.000 persone che vivono nell'Ossezia meridionale.
26রাশিয়ার মুদ্রা (রুবল) এবং স্টক মার্কেট উভয়ই বড় পতন দেখেছে আজ, হয়ত এই অনিশ্চয়তামূলক পরিস্থিতির কারনে।Oggi intanto il rublo e la borsa russa hanno registrato ingenti perdite, probabilmente perché in teoria con non si sa mai dove si va a finire con la crescita del conflitto.
27দ্বিতীয়ত: আমেরিকান এবং ইউরোপীয়ানরা এখন কি করবে?Secondo, cosa faranno gli americani e gli europei?
28(আমেরিকান) স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা গত সপ্তাহে তিবলিসি সফর করেছিলেন, এবং আমি আশা করছি যে জর্জিয়ান কর্তৃপক্ষ তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।La settimana scorsa una figura di spicco del Dipartimento di Stato USA è stato qui a Tbilisi, e mi aspettavo da parte dei georgiani almeno un accenno in merito.
29বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি হয়ত এটি অস্বীকার করবেন। আমরা ধারনা করতে পারি যে আমেরিকানরা তাদের সাবধান করে নি।Ovviamente quel dirigente avrebbe negato qualsiasi piano in corso verso l'attuale scenario Possiamo quindi dedurre che non siano stati gli americani ad attivare questa situazione.
30জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীও এখানে এসেছিলেন আবখাজিয়া অঞ্চল সম্পর্কে আলোচনা করতে।Anche il Ministro degli Esteri tedesco è stato qui, con un piano per l'Abkhazia.
31মনে হয় না তাকে কিছু জানানো হয়েছিল, কিন্তু তার সফরের মূল কারন জর্জিয়ার একত্রীকরন এজেন্ডার পরবর্তী লক্ষ্যের (আবখাজিয়ার) দিকে আঙ্গুল দেখায়।È meno probabile che sapesse qualcosa del tutto, ma il tema della sua visita rimanda al punto successivo nel programma di reintregrazione.
32এই একই ব্লগ আরও রিপোর্ট করছে যে রাশিয়ার জেট বিমান জর্জিয়ার রাজধানীর (তিবলিসি) ধারে কাছে বোমা ফেলেছে। বিদ্যুৎ কিছু সময়ের জন্যে চলে গিয়েছিল এবং ইন্টারনেট কানেকশন এবং মোবাইল ফোন নেটওয়ার্ক বিপর্যস্ত হয়েছিল।Sempre lo stesso blog riporta che mentre i jet russi hanno bombardato obiettivi nei pressi della capitale georgiana, ci sono state solo sporadiche interruzioni per quanto riguarda elettricità, accesso a Internet e comunicazioni telefoniche via cellulare.
33ওদিকে অন্যান্য ব্লগ, যেমন রয়টার্সের একটি, বিশ্লেষন করছে সেই সম্ভাবনা যে কসোভোর স্বাধীনতার সাথে এর সম্পর্ক আছে কি না।Nel frattempo, altri blog, di cui uno della Reuters, esamina la possibilità che l'azione militare dei georgiani sia direttamente connessa alla vicenda del Kosovo.
34দক্ষিণ ওসেটিয়ার এই সংঘাতের জন্যে কসোভো কি দায়ী?Bisogna forse prendersela con il Kosovo per i combattimenti nell'Ossezia del Sud?
35গত ফেব্রুয়ারীতে যখন সার্বিয়ার এই প্রদেশটি বেলগ্রেডের সাথে সম্পর্কে ছিন্ন করে স্বাধীন হয়, সাথে সাথেই দক্ষিণ ওসেটিয়া তার বিচ্ছিন্নতাবাদের আকাঙ্খার জন্যে আন্তর্জাতিক স্বীকৃতি চায়।Quando la provincia serba si è staccata da Belgrado a febbraio, l'Ossezia del Sud è stata pronta a riaffermare le proprie richieste di riconoscimento internazionale.
36বিচ্ছিন্নতাবাদী নেতা এডুয়ার্ড ককোতির এক মুখপাত্র রয়টার্সকে তখন জানিয়েছিলেন: “কসোভোর এই স্বাধীনতা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আরও শক্তি এনে দিয়েছে”।In qualità di portavoce dei separatisti, Eduard Kokoity aveva a suo tempo dichiarato alla Reuter: “Il Kosovo è un precedente che ci porta a riaffermare attivamente i nostri diritti.”
37তিবলিসিতে নিশ্চয়ই এটি শোনা গেছে এবং হয়ত জর্জিয়াকে প্রবৃত্ত করেছে দক্ষিণ ওসেটিয়ার উপর তাদের শাসন আরও শক্ত করতে।Queste dichiarazioni non sono passate inascoltate a Tbilisi e potrebbero aver accellerato la volontà georgiana di imporre il proprio governo sulla regione dell'Ossezia del Sud.
38দ্য উইল টু একজিস্ট ব্লগ ও এই সিদ্ধান্তে পৌঁছেছে তবে বলছে যে দুই পরিস্থিতি এক নয়:Anche il blog the will to exist arriva alla stessa conclusione, ma sostiene che la situazione non è affatto analoga.
39দক্ষিণ ওসেটিয়া আরেকটি কসোভো হতে যাচ্ছে। ৯৮-৯৯% ওসেটিয়াবাসী স্বাধীনতা চাইবে যদি একটি গণভোট চাওয়া হয়।Nell'Ossezia del Sud c'è un altro Kosovo in corso. il 98-99% degli osseziani vuole l'indipendenza, almeno secondo i risultati del referendum.
40কিন্তু দু:খজনকভাবে বিশ্বের বাস্তবতা এত সহজ নয়।Putroppo, non è questa la realtà dei fatti.
41দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতা আমেরিকার (কানাডা ও আমেরিকান সীমান্ত অবস্থিত ছোট) ভারমন্ট প্রদেশের স্বাধীনতা চাওয়ার সমতুল্য সুদুর ভবিষ্যতে এই অঞ্চল জর্জিয়া অথবা রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে।L'indipendenza dell'Ossezia del Sud non è molto diversa dal dire che il Vermont aspiri alla secessione dagli Stati Uniti. Nel futuro immediato saranno la Russia o la Georgia a governare quel territorio.
42আউটসাইড দ্যা বেল্টওয়েতে জেমস জয়নার তার লেখায় কসোভোর সাথে এর তুলনা করছেন এবং তিনি এতে উদ্বিগ্ন। তিনি ভাবছেন ন্যাটোর এতে নাক গলানো ছাড়া উপায় থাকবে না:James Joymer, scrivendo su Outside the Beltway, schematizza ulteriori parallelismi con il Kosovo ed è preoccupato dalla situazione, chiedendosi se la Nato potrebbe non avere altra scelta che intervenire.
43এটি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আলাদা হওয়ার একটি প্রক্রিয়ায় রয়েছে।Continua la disgregazione dell'Unione Sovietica.
44দক্ষিণ ওসেটিয়া জর্জিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছে ১৯৯০ এর দশকের প্রথম দিকেই এবং তার অধিকাংশ অঞ্চলের উপর তার স্বায়ত্বশাসন রয়েছে।L'Ossezia del Sud ha dichiarato l'indipendenza dalla Georgia nei primi anni novanta e di fatto esercita la sovranità su larga parte del suo territorio.
45জর্জিয়া বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই এই বিচ্ছিন্নতাবাদ স্বীকার করে নি এবং রাশিয়া তাদের প্রতি সহানুভুতিশীল।Mentre nè la Georgia nè la comunità internazionale hanno riconosciuto questa secessione come legittima, la Russia si è dichiarata favorevole.
46কসোভোর স্বাধীনতা ঘোষণার পরপরই উত্তেজনা ছড়িয়ে পরে। জর্জিয়ার উপর চাপ আসে ন্যাটোর সদস্যভূক্ত হবার জন্যে।Le tensioni sono emerse con la dichiarazione di indipendenza del Kosovo e le pressioni per offrire alla Georgia la possibilità di richiedere l'affiliazione e l'eventuale inclusione nella NATO.
47রাশিয়া সাথে সাথেই দক্ষিণ ওসেটিয়া এবং অপর বিচ্ছিন্নতাকামী প্রদেশ আবখাজিয়াতে তার প্রভাব খাটানো শুরু করে।La Russia ha immediatamente cominciato a far sentire il suo peso sia nell'Ossezia del Sud sia in un'altra provincia secessionista, l'Abkhazia.
48এখন মনে হচ্ছে রাশিয়া তার খেলাই খেলছে।Sembra che ora la Russia abbia deciso di farsi valere.
49কিছু মাস আগে বুখারেস্ট সামিটে জর্জিয়াকে ন্যাটোর সদস্যপদের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো কাজেই রাশিয়ার বর্তমান আগ্রাসনকে উপেক্ষা করা চিন্তার বাইরে।[ …]Ammesso che la NATO abbia promesso alla Georgia un eventuale affiliazione durante il summit di Bucarest di qualche mese fa, è impensabile voler ignorare le manovre russe in quest'area.
50পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।[…] La situazione sta rapidamente deteriorando.