# | ben | ita |
---|
1 | প্যারাগুয়ে: আচে আদিবাসী সম্প্রদায়ের অন্দরে এক নজর | Paraguay: uno sguardo alle comunità indigene Aché |
2 | ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই প্যারাগুয়ের আচে আদিবাসী জনগণ তাদের এলাকা সংরক্ষণের সংগ্রামে লিপ্ত। | Per gran parte della loro Storia, il popolo indigeno degli Aché si è battuto per salvare il proprio territorio. |
3 | বর্তমানে আচে'রা তাদের ভাষা এবং তাদের সংস্কৃতি সংরক্ষণে নাগরিক মিডিয়া ব্যবহার করছে। | Attualmente gli Aché utilizzano i media locali per salvaguardare la loro lingua e la loro cultura. |
4 | আচে যাউ [স্প্যানিশ] (“আচে শব্দ”) ব্লগ এবং কয়েকটি টুইটার একাউন্ট [স্প্যানিশ] ছয়টি আচে আদিবাসী সম্প্রদায়ের ভিতরের একটু ঝলক দেখিয়েছে। | Il blog Aché Djawu [La Parola Aché, es] e vari account Twitter [es, come i link successivi] offrono uno sguardo all'interno di sei comunità indigene degli Aché. |
5 | একটি গণহত্যার পর তাদের জনসংখ্যা হ্রাস পেয়ে বিংশ শতাব্দীতে ৩৫০জন হলেও, আচে'রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে উত্তর এবং পূর্ব প্যারাগুয়েতে ছয়টি সম্প্রদায়ে তাদের সদস্যসংখ্যা প্রায় ১,৫০০ হয়ে গিয়েছে। | Durante il XX Secolo, in seguito a un genocidio che ridusse la loro popolazione a 350 persone, gli Aché incominciarono a crescere sviluppandosi in sei comunità di circa 1500 componenti, diffuse nel Paraguay settentrionale e orientale. |
6 | এবছর আচে যাউ (“আচে শব্দ”) প্রকল্পটি সবচেয়ে নতুন রাইজিং ভয়েসেস অনুদানগ্রহিতা হিসেবে নির্বাচিত হয়েছে। | Quest'anno il progetto Aché Djawu è stato scelto come uno dei beneficiari per le sovvenzioni Rising Voices 2012. |
7 | রাইজিং ভয়েসেস পরিচালক এদুয়ার্দো আভিলা ব্যাখ্যা করেছেন: | Il direttore di Rising Voices, Eduardo Avila, spiega: |
8 | প্রকল্পটির উদ্দেশ্য হলো তাদের ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং উন্নীত করার একটি উপায়ে হিসেবে ব্লগ, ডিজিটাল ফটোগ্রাফি এবং ভিডিও'র পাশাপাশি সামাজিক নেটওয়ার্কিং ব্যবহারে নিবিড় দক্ষতা-তৈরীর কর্মশালায় অংশ গ্রহণের জন্যে ছয়টি আচে সম্প্রদায়ের প্রতিটি থেকে বেশ কিছু অল্পবয়সী ছেলেমেয়েদের বাছাই করা। | Lo scopo del progetto è quello di individuare numerosi giovani da ognuna delle sei comunità Aché per coinvolgerli all'interno di workshop formativi sull'uso dei blog, sulla fotografia digitale e i social network, per preservare e promuovere la loro lingua e la loro cultura. |
9 | নিচের ভিডিওটিতে আচে চুপা পোউ সম্প্রদায়ের মার্সিয়ানো চেভুগি নেটনাগরিকদের ব্লগটি দেখার এবং টুইটার সম্প্রদায়টিকে অনুসরণ করার আমন্ত্রণ জানাচ্ছেন। | Nel video seguente, Marciano Chevugi della comunità degli Aché Chupa Pou invita i netizen a visitare il blog e a seguire la comunità su Twitter. |
10 | এছাড়াও চেভুগি তাদের সংস্কৃতি উদ্ধার এবং রক্ষায় তাদের সমর্থনের জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। | Chevugi ringrazia tutti quelli che li sostengono per salvare e proteggere la loro cultura. |
11 | (উল্লেখ্য: চেভুগি একটি সংক্ষিপ্ত সময়ের জন্যে আচে বলতে আরম্ভ করে তারপর স্প্যানীয় ভাষায় কথা বলে। | [Da notare: Chevugi inizia a parlare in lingua Aché per qualche istante e poi prosegue in spagnolo. |
12 | ভিডিওটির স্প্যানীয় অংশের ইংরেজী সাব-টাইটেল করেছেন এদুয়ার্দো আভিলা) | La parte del video in lingua spagnola è stata sottotitolata in inglese da Eduardo Avila]. |
13 | এই ব্লগটি এসব আচে সম্প্রদায়ের ইতিহাসের দলিল তৈরীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। | Il blog svolge un ruolo importante nella documentazione della storia di queste comunità Aché. |
14 | ২৯শে এপ্রিল, ২০১২ তারিখ থেকে একটি পোস্ট [স্প্যানিশ] চুপা পোউয়ের আচে সম্প্রদায়ের সংক্ষিপ্ত ইতিহাস বলছে। | Un post del 29 aprile narra un breve racconto sulla comunità Aché degli Chupa Pou. |
15 | পোস্টটিতে চেভুগি ব্যাখ্যা করেছেন যে ৯ই মে, ১৯৭৯ তারিখে একদল আচে এবং একদল স্বর্গীয় বিশ্ব মিশনারী সম্প্রদায়টিকে প্রতিষ্ঠিত করেছিল। | Nel post Chevugi spiega che la comunità è stata fondata il 9 maggio 1979 da un gruppo di Aché e da un missionario della Parola Divina Divine Word missionary [en]. |
16 | চেভুগি আরো লিখেছেন যে বর্তমানে এই সম্প্রদায়ের কানিন্দেইউ বিভাগে ঘেঘুই গুয়াজাউ নদী বরাবর ৮,৬০০ হেক্টর প্রাকৃতিক বন রয়েছে: | Chevugi aggiunge che la comunità attualmente possiede 8600 ettari di foreste naturali lungo il fiume Jejui Guazu, nel distretto Canindeyu [en]: |
17 | […] আজ সম্প্রদায়টি ১২০টি পরিবারের মোট ৬০০ অধিবাসী নিয়ে গেড়ে উঠেছে। | […] Al giorno d'oggi la comunità è formata da 120 famiglie, con un totale di 600 abitanti. |
18 | এতে মোট ২২০ ছাত্র-ছাত্রীর জন্যে একটি স্কুল রয়েছে এবং সম্প্রদায়ের ভিতরে একটি নতুন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যা প্রাথমিক চিকিৎসা [সরবরাহ] সুবিধায় সজ্জিত করা হবে। | E' presente una scuola con 220 iscritti e un centro ambulatoriale in cui sono presenti attrezzature per il primo soccorso. |
19 | এছাড়াও সম্প্রদায়টি ‘২০ দে এনেরো' (২০শে জানুয়ারী) দলের সঙ্গে ইয়গাতিমি ফুটবল লীগের অংশ। | La comunità partecipa anche al campionato di calcio dello Ygatimi con la squadra dei “20 de enero”. |
20 | কৃষিক্ষেত্রে প্রতিটি পরিবার তাদের নিজেদের ভোগের জন্যে উৎপাদন করে। | Per quanto riguarda l'agricoltura, ogni famiglia produce il proprio fabbisogno. |
21 | সম্প্রদায়টির আয় সৃষ্টির জন্যে উন্নত ২৫ হেক্টরের ছোট জমি একটি রয়েছে। | La comunità ha un piccolo appezzamento di terreno di 25 ettari destinato a produrre le entrate della comunità. |
22 | এই ব্লগটিতে এসব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যের ব্যক্তিগত গল্প তুলে ধরা হয়। | Il blog mostra anche le storie di ogni membro di queste comunità. |
23 | উদাহরণস্বরূপ, “চো ম্বিওয়াঙ্গি” [স্প্যানিশ] পোস্টটি গুরুত্বপূর্ণ একজন মহিলা সম্প্রদায় নেত্রীর সংক্ষিপ্ত আত্মপরিচয়: | Il post “Cho Mbywangi” [es], per esempio, è una breve presentazione da parte di una leader importante nel panorama delle comunità: |
24 | আমার নাম মার্গারিতা ম্বিওয়াঙ্গি। আমি কুয়েতুভি সম্প্রদায়ে বাস করি [এবং]স্বাস্থ্য নিয়ে কাজ করি। | Mi chiamo Margarita Mbywangi, vivo nella comunità di Kuetuvy e lavoro nel settore sanitario. |
25 | আমি সম্প্রদায়ের একজন নেত্রী, [এবং] আমি আচে সংস্কৃতি উদ্ধার করতে, জন্মদানে মহিলাদের সাহায্য করতে, শিশুদের সঙ্গে খেলা করতে এবং মানুষের ইতিহাস ও জীবন সম্পর্কে শুনতে চাই। | Sono leader nella comunità e sono proprio contenta di poter salvaguardare la cultura Aché, aiutare le donne a partorire, giocare con i bambini e ascoltare le storie e la vita delle persone. |
26 | ২০০৮ সালে মার্গারিতা ম্বিওয়াঙ্গি প্রথম আদিবাসী ব্যক্তি হিসেবে প্যারাগুয়ের আদিবাসী বিষয়ক মন্ত্রী হয়েছিলেন। | Nel 2008, Margarita Mbywangi è stata la prima persona a diventare Ministro degli Affari Indigeni in Paraguay. |
27 | এছাড়াও কিছু আদিবাসী অংশগ্রহণকারী আলোকচিত্রের মাধ্যমে তাদের সম্প্রদায়ের জীবন ও ঐতিহ্যকে ধারণ করার আগের একটি প্রকল্পে যোগ দিয়েছিল। | Inoltre numerosi partecipanti indigeni prendono parte a un progetto precedente in cui attraverso fotografie vengono messe in mostra scene di vita quotidiana e folkloristiche. |
28 | ফ্রান্সিসকো কান্দেগির তোলা নিচের আলোকচিত্রটিতে একটি “ঐতিহ্যবাহী আচে খেলা” দেখানো হয়েছে: | La foto seguente, di Francisco Kandeg, rappresenta un “tipico gioco tradizionale Aché”: |
29 | ছবি: ফ্রান্সিসকো কান্দেগি, পুয়ের্তো বারা। | Foto: Francisco Kandegi, Puerto Barra. |
30 | আচে যাউয়ের ফ্লিকার একাউন্ট-এ আপনি আরো ছবি দেখতে পাবেন। | Altre fotografie sono disponibili sull'account Flickr Aché Djawu. |