Sentence alignment for gv-ben-20120916-30635.xml (html) - gv-ita-20120905-65433.xml (html)

#benita
1বলিভিয়া: লা পাজে তেজস্ক্রিয় ইউরেনিয়াম আটক?Bolivia: sequestro di uranio a La Paz?
2২৮শে আগস্ট, ২০১২ তারিখে বলিভিয় কর্তৃপক্ষ কয়েকটি কূটনৈতিক অফিসের কাছাকাছি লা পাজের কেন্দ্রীয় এলাকার একটি সম্পত্তি থেকে কোন রকম নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দুই টন কঠিন উপাদান - সম্ভবতঃ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় খনিজ পদার্থ - স্থানান্তর করার সময় আটক করে।Il 28 agosto le autorità boliviane hanno sequestrato due tonnellate di materiale, presumibilmente uranio o minerali radioattivi, trasportati senza nessuna precauzione da una proprietà del centro di La Paz nelle vicinanze di varie sedi diplomatiche.
3পুলিশের বিশেষ ইউনিটের পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন সরকারের মন্ত্রী কার্লোস রোমেরো।
4পরবর্তীতে জনাব রোমেরো জানিয়েছেন [স্প্যানিশ ভাষায়] যে ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশ্লেষণে উপাদানটি “তেজস্ক্রিয় নয়।Il primo ministro Carlos Romero ha diretto l'operazione, portata a termine dalle unità speciali della polizia.
5এটা কোনো [স্বাস্থ্য] ঝুঁকি সৃষ্টি করবে না” প্রমাণিত হয়। তবে রোমেরো ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিষেবা সের্ঘিওটেকমিন [স্প্যানিশ ভাষায়] এবং বলিভিয় বিজ্ঞান ও নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে আরো তদন্তের কথাও ঘোষণা করেছেন [স্প্যানিশ ভাষায়]।Più tardi il ministro Romero ha reso noto [es, come per tutti gli altri link eccetto dove diversamente indicato] che le prove e le analisi compiute dal laboratorio hanno determinato che il materiale “non è radioattivo.
6উপাদানগুলোর সম্ভাব্য তেজস্ক্রিয়তার বিষয়টি এখনো অস্পষ্ট।Non produrrà nessuna conseguenza dannosa [per la salute]”.
7মূলধারার মিডিয়া বিষয়টি সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন প্রদান করে এবং সেটা সারাদিন ধরে প্রচার করে। #ইউরেনিও হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মিডিয়া সাইটে উদ্বেগ এবং বিদ্রূপাত্মক সহ নানা ধরনের মতামত প্রকাশিত হয়।In ogni caso Romero ha anche annunciato che il Servizio Nazionale di geologia e tecnica delle miniere Sergeotecmin e l' Istituto Boliviano di Scienza e Tecnologia nucleare continueranno le indagini dato che rimane ancora da chiarire la potenziale radioattività del materiale.
8২৮শে আগস্ট তারিখে পুলিশ লা পাজের সোপোকাচিতে ২টন ইউরেনিয়াম বাজেয়াপ্ত করেছে।La polizia sequestra due tonnellate di presunto uranio a Sopocachi, La Paz, il 28 di agosto.
9টুইটার ব্যবহারকারী @পাহিনা _সিয়েতে'র টুইটপিকের মাধ্যমে ছবিটি ভাগাভাগি করা হয়েছেFoto su Twitpic di @pagina_siete
10ব্লগার এবং সাংবাদিক আন্দ্রেজ গোমেজ ভেলা তার টুইটার অ্যাকাউন্টের (@আন্দ্রেসগোমেজউভে) মাধ্যমে মন্তব্য [স্প্যানিশ ভাষায়] করেছেন:Le testate mainstream hanno diffuso immediatamente la notizia e per tutta la giornata hanno trasmesso diversi servizi sul tema.
11@আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: মনে রাখবেন বলিভিয়া ইউরেনিয়াম উৎপাদন করে না।Anche in Rete sono emerse domande e commenti tra cui quelli ironici con l'etichetta #uranio.
12(তাহলে) এই বিশাল চালান কোথা থেকে এসেছে?Il giornalista e blogger Andres Gómez Vela commenta su Twitter (@andrsgomezv):
13এটা হয়তো অন্য আরেকটি দেশে ট্রানজিটের জন্যে এসেছিল, বলছেন উপ-মন্ত্রী পেরেজ।@andrsgomezv: Attenzione, la Bolivia non produce #uranio, da dove è venuto fuori?
14তাছাড়া, নেটাগরিকরা প্রথমতঃ অনিরাপদভাবে এধরনের সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করা নিয়ে সমালোচনা করেছে।Può darsi fosse di passaggio verso un altro Paese, dice il Viceministro Pérez.
15সমস্যাটির ব্যাপারে প্রথমদিকে ফের্ণান্দা সান মার্টিন (@ফের_সানমার্তিন) [স্প্যানিশ ভাষায়] এর মন্তব্য করা একটি টুইট ব্লগার ও টুইটার ব্যবহারকারী মারিও দুরানের (@এমেদুরাঞ্চ) [স্প্যানিশ ভাষায়] একটি তাৎক্ষণিক জবাব উস্কে দিয়েছে:I commenti riguardano anche il modo poco professionale con cui inizialmente è stato maneggiato materiale potenzialmente radioattivo. Un sintetico tweet di Fernanda San Martin (@Fer_SanMartin) provoca l'immediata risposta di Mario Duran (@mrduranch):
16@এমেদুরাঞ্চ [স্প্যানিশ ভাষায়]: @ফের_সানমার্তিন উৎস?@mrduranch: @Fer_SanMartin e la fonte?
17#ইউরেনিও (ইউরেনিয়াম)? সেসব উপাদান সীসা আবৃত কন্টেইনারে নাড়াচাড়া করতে হবে, এটা (এভাবে নাড়াচাড়া করা) বিপজ্জনক।#uranio Questo materiale dovrebbe essere maneggiato mantenendolo chiuso in un recipiente di piombo, è pericoloso.
18এছাড়াও আন্দ্রেজ গোমেজ ভেলা (@আন্দ্রেসগোমেজউভে) [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন:Andres Gómez Vela (@AndrsGomezV) riflette:
19@আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: কেউ কেউ সন্দেহ করছে #ইউরেনিও: এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ পরীক্ষা বা প্রত্যায়িত করেনি এটা তেজস্ক্রিয় কিনা।@AndrsGomezV: Qualche domanda #uranio: fino ad ora nessun esperto l'ha visto né l'ha certificato.
20এটা যদি (তেজষ্ক্রিয় না হয়ে) বালুই হবে তাহলে কেন এভাবে স্থানান্তরিত হচ্ছিল?Se era poi così radioattivo perchè lo trasportavano come se fosse sabbia ?
21রেনান হুস্টিনিয়ানো (@রেনানহুস্টিনিয়ানো) [স্প্যানিশ ভাষায়] উপসংহার টেনেছেন:Renan Justiniano (@renanjustiniano) conclude:
22@রেনানহুস্টিনিয়ানো [স্প্যানিশ ভাষায়]: গতকাল পাওয়া খণিজটি যদি #ইউরেনিয়া (ইউরেনিয়াম) তাহলে তাদের প্রথমে গণমাধ্যমকে না ডেকে সেটা তেজস্ক্রিয় কিনা যাচাই করা উচিৎ ছিল!@renanjustiniano: Se il minerale trovato ieri è #uranio la prima cosa da fare era verificare se fosse radioattivo e non chiamare la stampa !
23#বলিভিয়া#bolivia
24লা পাজে আটককৃত খনিজ পদার্থের প্রকৃতি এবং তেজস্ক্রিয়তার তদন্ত এখনো চলছে।Le indagini sulla natura e la radioattività dei minerali sequestrati a La Paz sono tuttora in corso.