# | ben | ita |
---|
1 | শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহ | FOTO: proteste in Asia sud-orientale durante la Festa del Lavoro |
2 | গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে। | In occasione della Festa dei lavoratori del 1 maggio 2013, si sono svolte varie manifestazioni di protesta in Cambogia, Filippine, Indonesia e Singapore. |
3 | কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশ গুলো শান্তিপূর্ণ ছিল। | Le manifestazioni, organizzate per fare eco alle richieste dei lavoratori e dei loro gruppi di difesa, e si sono svolte in modo pacifico in tutta la regione. |
4 | ক্যাম্বোডিয়ায়, ৬০০০ এর অধিক বস্ত্র শ্রমিক ছাত্র, এনজিও, এবং নম পেন শহরের শহুরে দরিদ্র বাসিন্দাদের সাথে যোগ দেয়। | In Cambogia, ai più di 6000 lavoratori tessili si sono uniti anche studenti, ONG, e residenti poveri della città di Pnom Penh. |
5 | ভালো মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে স্বাধীনতা পার্ক থেকে জাতীয় সংসদ পর্যন্ত তাঁরা মিছিল করে। | Essi hanno marciato dal Parco della Libertà fino all' Assemblea Nazionale, chiedendo salari per poter vivere e migliori condizioni di lavoro. |
6 | পোশাক শিল্পের শ্রমিকরা ফেনম পেন, ক্যাম্বোডিয়ায় মিছিল করছে। | Lavoratori tessili marciano a Phnom Penh, Cambogia. |
7 | ছবিঃ লিকাধো | Foto da Licadho |
8 | জাতীয় সংসদের কাছে ক্যাম্বোডিয়ান প্রতিবাদ কর্মীরা। | Manifestanti in Cambogia, vicino l'Assemblea Nazionale. |
9 | ছবিঃ লিকাদো | Foto da Licadho |
10 | কমিউনিটি লিগ্যাল শিক্ষা কেন্দ্র দ্বারা আপলোডকৃত এই ভিডিওতে, ক্যাম্বোডিয় শ্রমিকের প্রধান চাহিদা ও পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে: | In questo video caricato dal Centro Popolare per l'Istruzione Legale, vengono raggruppate le principali richieste e situazioni dei lavoratori cambogiani: |
11 | জাকার্তায় হাজার হাজার শ্রমিকের মিছিল। ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ডেমোটিক্স (5/1/2013) | In Indonesia, centinaia di lavoratori hanno marciato di fronte al Palazzo Presidenziale di Jakarta per commemorare la Festa del Lavoro. |
12 | ইন্দোনেশিয়ায়, শ্রম দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল করে। | Tra le loro richieste troviamo “compimento del minimo salario, assicurazione medica e sicurezza dei lavoratori, cosi come il rifiuto del lavoro appaltato”. |
13 | তাদের দাবীর মধ্যে ছিল, “ন্যূনতম মজুরী লাভ, স্বাস্থ্য বীমা এবং কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সেই সাথে আউটসোর্সিং প্রত্যাখ্যান করা”। | centinaia di lavoratori marciano a Jakarta. Foto di Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013) |
14 | শ্রম দিবসে জাকার্তায় শ্রমিকদের মিছিল। | manifestazione dei lavoratori a Jakarta, durante la Festa del Lavoro. |
15 | ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ ডেমোটিক্স (5/1/2013) | Foto di Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013) |
16 | ফিলিপাইনে, শ্রম গ্রুপ কিলুসাং মেয়ো উনো সরকারের শ্রম নীতির ব্যাপারে হতাশঃ | Nelle Filippine, il gruppo di lavoratori ‘Kilusang Mayo Uno' è deluso dalla politiche verso i lavoratori del governo: |
17 | ফিলিপাইনে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ১২৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তার ১১০ তম উদযাপনকে আমরা কর্মীদের বিরোধী এবং পুঁজিবাদী শাসনের স্বপক্ষে প্রেস এর অবস্থানকে তীব্র নিন্দার সঙ্গে চিহ্নিত করেছি। | Siamo arrivati alla 127esima Festa Internazionale dei Lavoratori, e la sua centodecima celebrazione nelle Filippine [si è svolta] con una protesta nazionale che condanna il regime pro-capitalista e contro i lavoratori del Pres. |
18 | নয়নয় আকুইনো | Noynoy Aquino. |
19 | আকুইনো আবারও গুরুত্বপূর্ণ মজুরি বৃদ্ধি, চুক্তিগত কর্মসংস্থানের আবর্জনা এবং ট্রেড ইউনিয়ন দমনের পদক্ষেপ গ্রহণের জন্য শ্রমিকদের দাবি বাতিল করেছেন। | Egli ha ancora rifiutato le richieste dei lavoratori per un significativo aumento di salario, per scartare del contratto di assunzione e per fermare la repressioni dei sindacati. |
20 | প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উচ্চ মজুরির দাবিতে ফিলিপিনোদের মিছিল। | Si è vantato del salario privo di benefit e degli sforzi del suo governo nel creare posti di lavoro. |
21 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | Lavoratori filippini marciano vicino il palazzo presidenziale chiedendo l'aumento salariale e il calo dei prezzi. |
22 | ফিলিপাইনে শ্রম দিবসের মিছিল। | Foto dal profilo facebook di Tine Sabillo |
23 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | Mafinestazione per La festa dei Lavoratori in Filippines. |
24 | ম্যানিলায় শ্রম দিবসের ঘটনাগুলোর উজ্জ্বলতম অংশসমুহ ইযে মিজারেস এর আপলোড করা এই ভিডিওটিতে রয়েছে: | Foto dal profilo Facebook di Tine Sabillo I momenti salienti degli eventi della Festa dei Lavoratori a Manila sono mostrati nel video seguente, caricato da EJ Mijares: |
25 | সিঙ্গাপুরে। ট্রানজিশনইং ডট অরগ এর গিলবারট গহ সিঙ্গাপুরে ঐতিহাসিক শ্রম দিবসের প্রতিবাদ সম্বন্ধে লিখেছেন: | A Singapore, Gilbert Goh, del sito transitioning.org ha scritto circa le proteste storiche durante la Festa dei Lavoratori nel paese: |
26 | আমরা উপলব্ধি করতে পেরেছি, সিঙ্গাপুরে আমরাও একটি ইতিহাস তৈরি করছি। এখনও পর্যন্ত কেউ এখানে সব পর্যায়ে শ্রম দিবসের অনুষ্ঠান করতে পারেনি। | Abbiamo capito che stiamo creando un altro pezzo di storia di Singapore qui, finora nessuno è mai riuscito a organizzare un evento per la Festa dei lavoratori da zero - mai, e siamo fieri di poterlo fare per la prima volta! |
27 | আমরা প্রথমবারের মতো এটি করতে পেরে গর্বিত। এমনকি আমরা এখন থেকে বার্ষিক শ্রম দিবসের প্রতিবাদ কর্মসূচি পালন করব বলে ভাবছি- অন্যান্য অনেক দেশে যেটি কয়েক দশক ধরে পালিত হয়ে আসছে। | Abbiamo perfino contemplato di fare una protesta annuale durante la Festa dei lavoratori da qui in avanti - come molti altri paesi già fanno da anni. |
28 | শ্রম দিবসে হাজার হাজার সিংগাপুরিরা হং লিম পার্কে জমায়েত হন। | Lavoratori di Singapore accampati al parco Hong Lim Park durante la Festa del Lavoro. |
29 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | Foto dal profilo Facebook di Lawrence Chong |
30 | সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করে সিঙ্গাপুরিরা শ্রম দিবসে তাঁদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। | Abitanti di Singapore partecipano alla storica protesta nel giorno della Festa del Lavoro, per mostrare le loro posizoni sul documento governativo per la politica demografica. |
31 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | Foto dal profilo Facebook di Lawrence Chong |
32 | ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের সমাবেশের একটি পরিণাম প্রতিবাদ, যেখানে হাজার হাজার সিঙ্গাপুরি জনগণ সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করতে জড়ো হয়। | L'evento è una protesta in seguito all'azione di febbraio che ha radunato centinaia di abitanti di Singapore che si opponevano al documento governativo per la politica demografica. |
33 | এই ভিডিওটিতে, সিঙ্গাপুরিরা এই পদক্ষেপ সংগঠিত করা এবং এতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেনঃ | In questo video, i cittadini spiegano le ragioni per cui hanno organizzato e preso parte alla protesta. |