Sentence alignment for gv-ben-20090328-2098.xml (html) - gv-ita-20090326-1950.xml (html)

#benita
1ব্রাজিল: ব্যাক্তিগত উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ- সম্ভব কি?Brasile: riserve naturali private – esperimento possibile?
2পরিবেশের জন্য প্রতিটি নাগরিক দায়বদ্ধ।Ogni cittadino ha delle responsabilità verso l'ambiente.
3এই কথাটি ছড়িয়ে দিতে ব্রাজিলের সরকার সমাজের সর্বস্তরে জোর খাটাচ্ছে সবুজায়নের লক্ষ্যে, দুষণের জন্য দায়ী উপাদানগুলোর প্রতিরোধে এবং সবুজ ব্যবসায় বিনিয়োগে।Per diffondere questo messaggio, il governo brasiliano sta spingendo tutti i componenti della società a diventare “più verdi”, limitando i parametri dell'inquinamento e investendo in progetti ecologici.
4এই উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন সংরক্ষক দল, যেখানে ব্যক্তিগত ভূমির মালিকগণ এবং কোম্পানীগুলো ন্যাশনাল কনজারভেশন ইউনিট সিস্টেম ( এসএনইউসি) ( জাতীয় সংরক্ষণ দল ব্যবস্থা) এ যোগদানে সক্ষম।Tra queste iniziative vi è la creazione di nuove unità di conservazione, dove privati e aziende possono unirsi al Sistema Nazionale di Unità Ambientaliste.
5তার উপরে সংরক্ষণ দলের ধরনের মধ্যে আছে প্রাইভেট ন্যাচারাল হেরিটেজ রিজার্ভ -আরপিপিএন (ব্যক্তিমালিকানাধীন প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ), একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা অনির্দিষ্টকালের জন্য ভাড়া নেয়া: একবার একটি এলাকাকে রিয়েল এস্টেট রেজিষ্টার দপ্তরে আরপিপিএন এর আওতায় আনলে তাকে আর পরির্বতন করা যাবেনা।Inoltre, fra queste unità rientra la Riserva Naturale Privata con contratto perpetuo: una volta che ad un'area viene assegnato tale status non può essere più declassato. Tuttavia per ottenere la qualifica, il territorio deve rientrare in una di queste categorie: - un'importante biodiversità; - un paesaggio rilevante; - caratteristiche che giustifichino tale status (per esempio avere al suo interno specie in via d'estinzione o una comunità ecologica molto danneggiata).
6কোন এলাকাকে এই নামকরণ করার জন্য যাইহোক সেটাকে নিম্নের যেকোন একটি ধরনের আওতায় রাখতে হবে:
7আধা মিলিয়ন হেক্টর এর কাছাকাছি ব্যক্তিমালিকানাধীন ভূমি ব্রাজিলের ফেডারেল এবং রাষ্ট্রীয় আইনে সংরক্ষিত।In Brasile ci sono circa mezzo milione di ettari di terra posseduta da privati [in] protetta da leggi federali e statali.
8এক দিকে, এই উদ্যোগ ভূমির ব্যবহারকে প্রতিহত করে।Da un lato, questa iniziativa limita l'uso della terra.
9একচেটিয়া ব্যবহার আর কোনভাবেই অনুমতিপ্রাপ্ত নয় এবং এলাকাগুলো অবশ্যই পুনরুদ্ধার এবং ব্যক্তিগত বিনিয়োগে এগুলো রক্ষনাবেক্ষণ করা হবে।Non vengono più permesse pratiche di sfruttamento e le aree devono essere recuperate e mantenute attraverso investimenti privati.
10অন্যদিকে, সরকার আরপিপিএন কার্যক্রমে বিনিয়োগ করে সম্পক্তির মালিকদের নিকট পৌঁছানোর মত একটি সুনির্দিষ্ট আর্থিক সাহায্য পৌঁছানোর ব্যবস্থা তৈরী করে।Dall'altro, il governo effettua degli investimenti nel programma delle Riserve Naturali Private mettendo a disposizione dei finanziamenti specifici ai singoli proprietari.
11যদিও একচেটিয়া চর্চা নিষিদ্ধ তবুও নতুন কার্যক্রমকে উৎসাহিত করা হয় তাদের নিয়ে অবসর ভ্রমণে, বিজ্ঞানভিত্তিক প্রকল্পে, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমে এবং প্রকৃতি পর্যটনে।Le pratiche di sfruttamento sono proibite, ma vengono incoraggiate delle nuove attività, tra cui viaggi turistici, progetti scientifici, attività culturali ed educative, e l'ecoturismo.
12এরপরও আছে পরিমিত কর হ্রাস এবং ভূমি মালিকদের পল্লী ক্রেডিটে প্রবেশের অগ্রাধিকার আছে এবং তারা এনজিওদেও থেকে এবং প্রকৃতিগত অর্থ সঞ্চয় থেকে অর্থনৈতিক সহযোগিতা পাবার জন্য আবেদন করতে পারে।Inoltre, i proprietari si vedono leggermente ridurre le tasse, hanno accesso privilegiato al credito rurale e possono fare richiedere un supporto finanziario da parte delle NGO e dei fondi ambientali.
13আরপিপিএন এর ব্যাপক প্রভাব আছে সমাজে।Queste Riserve Naturali Private stanno avendo grande impatto sulla società.
14প্রাকৃতিকভাবে সংরক্ষিত ভূমি সবুজ বিষয়টি ঝুঝতে সাহায্য করে, একটি সুষম পরিবেশের গুরুত্বের মত।Un paesaggio preservato in modo naturale può aiutare a comprendere meglio le questioni ecologiche, come l'importanza di un ambiente equilibrato.
15অনেক ব্লগার এই ধরনের সংরক্ষণ দেখে তাদের অভিজ্ঞতা তুলে ধরছে, যেমন পিটাকুইনহোস ডা ফার্নান্দো ব্লগ থেকে ফার্নান্দো ডি সোজা পিমেনটাল যে কিনা তার পরিবেশবীদ পিতা কর্তৃক তার বিদ্যালয়ে শেষ নভেম্বর মাসে ভ্রমণের বর্ননা দিয়েছে:Molti blogger riportando le loro esperienze nell'osservare la crescita di questo tipo di riserva, come Fernanda de Souza Pimentel, dal blog Pitaquinhos da Fernanda [pt] , che descrive la visita del padre ambientalista alla sua scuola lo scorso novembre:
16“আমি যে বিদ্যালয়ে পড়ি সেখানের প্রথম শিক্ষামূলক পুরষ্কার যার নাম এসকোলা ডি এডুকাকাও বেসিকা নোসা সেনহোরা (অ্যাঞ্জেলিনাতে, সান্তা ক্যাটারিনা) এবং আজ সংঘটিত হয়েছে।“Oggi c'è stata la prima presentazione pedagogica alla scuola dove studio, Escola de Educação Básica Nossa Senhora (ad Angelina, nello stato meridionale di Santa Catarina [it]).
17আমার বাবা আরপিপিএন রিও ডাস লনট্রাস সম্বন্ধে একটা আলোচনার প্রধান হিসাবে নিমন্ত্রিত হন এবং একজন পরিবেশ কর্মী হিসাবে তার কর্মকান্ড বিবৃত করেন।Mio padre è stato invitato a tenere una lezione sulla Riserva Naturale Privata Rio das Lontras, illustrando il suo lavoro di attivista ambientale.
18ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা জীব বিশ্ব বিষয়ে সেই তথ্যবহুল আলোচনা দেখতে আমন্ত্রিত হন, সকল কে দেখানো হয় যে পরিবেশের কতটুকু খেয়াল রাখা প্রয়োজন।”Gli studenti e gli insegnanti hanno seguito questa lezione tematica sul mondo degli animali, che mostrava a tutti di quanta cura ha bisogno l'ambiente.”
19পরিবেশবিদ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ভারসাম্যময় পরিবেশের গুরুত্ব বিষয়ে বক্তৃতা দিচ্ছে।L'ambientalista spiega a insegnanti e alunni l'importanza di un ambiente equilibrato.
20২০০২ সালে, তার পরিবার সান্তা ক্যাটরিনা তে একটি জমির মালিক হয় যা ২০০৫সালে আপপিপিএন রিও লন্ট্রাস এ পরিণত হবে।Dal 2002, la sua famiglia possiede un appezzamento a Santa Catarina [it] che nel 2005 è diventato la Riserva Naturale Privata Rio das Lontras.
21এই সংরক্ষণটির নিজস্ব ব্লগ আছে এবং আছে একটি ফনা (জীবজন্তু) ছবির অ্যালবাম, তাদের কর্মকান্ডের স্মৃতি ধরে রাখার জন্য তা সংগ্রহে রেখেছে ফার্নান্দোর পিতা মাতা ক্রিস এবং ফার্নান্দো।La riserva ha un proprio blog [pt] e un album fotografico della fauna []pt], curato dai genitori di Fernanda, Chris e Fernando, per documentare il lavoro portato avanti.
22তাদের সর্বশেষ পোষ্টে, তাদের এলাকায় যেসব পাখী পাওয়া যায় তাদের প্রজাতির বর্ননা করা হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই বিপন্ন প্রায় পাখী।Nel loro ultimo post, descrivono la catalogazione delle varie specie di uccelli che si trovano nell'area, alcune delle quali in pericolo d'estinzione.
23ইউ ক্যান হিয়ার দেম (তুমি তাদের শুনতে পারো) কাজের জন্য তাদের ধন্যবাদ।Grazie al loro lavoro è possibile sentirli [in] cantare.
24ব্লগে তারা কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে তার বর্ণনা দিয়েছে: রিও ডাস লন্ট্রেস এর একটি সাদামাটা বাড়িNel blog spiegano come sta procedendo il lavoro [pt]:
25“অন্য গবেষক দলের জন্য ভাড়া করা নির্মল ছোট বাড়ীটির পেছনে আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এর আংশিক দৃশ্যমান…একটি জিপিএস যন্ত্র এবং আদ্রতা ও তাপমাত্রা পরিমাপক জানালায় মাঠ কাজের জন্য পড়ে আছে;…দেখার ও শোনার মাধ্যমে করা একটি তালিকাই মাঠে ব্যবহৃত কর্ম পদ্ধতি, এবং ফলাফলই হলো আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এ পাখীর প্রজাতির তালিকা।La piccola casa modesta che abbiamo affittato per un altro gruppo di ricerca ha una vista parziale sulla Riserva di Rio das Lontras sullo sfondo… Un dispositivo GPS e un indicatore di umidità e temperatura sono posizionati alla finestra per quando si lavora nei campi; … Come metodo è stato usato un inventario visivo e uditivo, e il risultato è la lista delle specie trovate nella Riserva Naturale Privata Rio das Lontras.
26আরপিপিএন এবং আশেপাশে ১২৭ প্রজাতি লিপিবদ্ধ করা হয়েছে।”Sono state catalogate 127 specie che vivono nella riserva e dintorni.”
27স-বিলড হার্মিট (র‌্যামফোডোন নাভিয়াস) এর চিত্র, যা আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এর বসবাসরত প্রজাতি হিসাবে উল্লেখ করা হয়েছে।Foto di un Saw-billed Hermit (Ramphodon naevius), una delle varie specie che vivono nella Riserva Naturale Privata Rio das Lontras.
28আলোকচিত্রী নিক অ্যানাস, অনুমতি ক্রমে ব্যবহার করা হয়েছে।Foto di Nick Athanas, usata per gentile concessione.
29টাই ডো মাটো (হাবিয়া রুবিকা) এটাও পাওয়া যায় আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এ।Tiê do Mato (Habia rubica), un'altra specie che può essere trovata nella RPPN Rio das Lontras.
30আলোকচিত্রী গেইসার ট্রাইভেলাটো। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Foto di Geiser Trivelato, usata per gentile concessione.
31শিক্ষক থাইজা মনটিন তার স্কুলের সাথে একটি প্রতিযোগীতার পুরষ্কার সরূপ বানানা মেনিনার একটি ভ্রমনে গিয়েছিল, যা শিক্ষা এবং গবেষনার জন্য একটি সংরক্ষিত এলাকা।L'insegnante Thaiza Montine si è recata con la sua scuola a Banana Menina, riserva dedicata all'istruzione e alla ricerca, come premio per una competizione.
32নিচে উল্লেখিত পোষ্টটিতে সে প্রকাশ করেছে বিভিন্ন ছবি এবং বর্ননা করেছে তার উত্তেজনাকর অভিজ্ঞতা।Nel post citato sotto [pt], ha pubblicato delle foto e ha dato voce al suo entusiasmo:
33“এটা ছিল চমকপ্রদ এবং বেশ ফলপ্রশু, এই ধারনা থেকে যে এই ভ্রমণের মাধ্যমে আমরা “পোভোস ডো ক্যারাডো” [ট্রপিক্যাল সাভানা হতে আগত লোকজন] অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।“È stato meravigliooooso ed estremamente produttivo, considerando che, oltre alla visita, abbiamo partecipato al programma “Povos do Cerrado [it]” [Persone della Savana Tropicale].
34বনের মধ্যেই আমাদের অনেক বত্তৃতা ও আলোচনা হয়, পরিবেশ বিষয়ে, নৃবিজ্ঞান বিষয়ে, গোয়াস [প্রদেশের] ইতিহাস বিষয়ে, জীব বিজ্ঞান ও খাদ্যবিজ্ঞান বিষয়ে।Abbiamo partecipato a molte conferenze e lezioni nel mezzo del bosco, riguardo l'ambiente, l'archeologia, la storia dello [stato del] Goias, la biologia e la gastronomia.
35এটা অবশ্যই একটা চমকপ্রদ পুরষ্কার ছিল।”È stato un premio davvero stupendo.”
36আরপিপিএন এর সংরক্ষণ এলাকার আশেপাশে বসবাসরত মানুষের জন্য বেশ উপকারী শিক্ষাকার্যক্রম শুরু করছে।Le Riserve Naturali Private stando costrunedo fantastiche attività educative per quanti vivono intorno alle riserve.
37ব্যক্তিগত উদ্যোগ ছাত্রছাত্রীদের পরিবেশের গুরুত্ব ভালভাবে বোঝার এবং দেখার জন্য সহায়ক হয়ে খুলে দিচ্ছে পরিবেশ বিষয়ে নতুন জানালা।Queste iniziative private stanno aprendo una finestra sui problemi ambientali, aiutando gli studenti a comprendere e visualizzare meglio l'importanza della natura.
38ব্রাজিলের আরপিপিএন-ধরা হয় আন্তর্জাতিক ব্যবস্থাগুলোর মধ্যে অদ্বিতীয়-প্রমাণ করেছে যে পরিবেশ এবং মানবজাতি বসবাস করতে পারে যথার্থ তালমিলে।Le Riserve Naturali Private brasiliane- considerate uniche tra i progetti internazionali - hanno dimostrato che l'ambiente e l'umanità possono vivere in perfetta armonia.