Sentence alignment for gv-ben-20110117-14853.xml (html) - gv-ita-20101229-28290.xml (html)

#benita
1আর্মেনিয়া: পুলিশ ইমোসকে লক্ষ্যবস্তু করেছেArmenia: gli “emo” nel mirino della polizia, l'attivismo rilancia (anche) online
2যদিও আর্মেনিয়া তুলনামূলক রক্ষণশীল এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির এক দেশ, তারপরে সেখানে সংবাদে প্রকাশ যে পুলিশ, ইমোসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
3ইমোস হচ্ছে গতানুগতিক বিষন্নতায় ভুগতে থাকা বিশেষ গোষ্ঠী বা সাব-কালচার, বিশেষ করে কিশোর কিশোরীদের দলের সাথে যুক্ত (সঙ্গীতের ধারা), যা অনেক বেশী খোলামেলা মনের ব্লগার এবং ফেসবুক ব্যবহারকারীদের ভেতরে শঙ্কা এবং ক্ষোভের সঞ্চার করেছে।Nonostante sia noto per essere un Paese piuttosto conservativo e tradizionalista, in Armenia la notizia che la polizia avesse di mira gli emo [it] - una sottocultura spesso semplicisticamente etichettata come triste e tipica degli adolescenti - ha causato allarme e indignazione soprattutto tra i blogger e gli utenti di Facebook più aperti.
4যেমন উদাহরণ হিসেবে বলা যায়, গত মাসে বিশেষত আনজিপড তার চিন্তা ব্যক্ত করেন, ব্যাঙ্গাত্মক এক পো্স্টে উল্লেখ করেন যে, পুলিশ ইমোসের উপর হামলা চালিয়েছে এবং সেখানে গণ বিধ্বংসী অস্র জব্দ করেছ।Il mese scorso, per esempio, Unzipped esprimeva preoccupazione in un post [en, come tutti i link tranne ove diversamente indicato], dove con sarcasmo faceva notare il fatto che la polizia stesse dando la caccia agli emo confiscando “armi di distrazione di massa” .
5এর সকল কিছু শুরু হয় এক বা দু মাস আগে, যখন আর্মেনিয়ার প্রচার মাধ্যম পদ্ধতিগত ভাবে সংবেদনশীল প্রবন্ধ এবং সংবাদ ছাপা হতে থাকে, যা মূলত আর্মেনিয়ার যে সকল কিশোর-কিশোরী বা তরুণ-তরুণী, আত্মহত্যা করছে তাদের উপর। এই সব সাংবাদ তারা এদের আত্মহত্যার সাথে ইমোসেকে যুক্ত করে।Tutto ciò ebbe inizio uno o due anni or sono, quando qualche organo di informazione armeno cominciò sistematicamente a pubblicare alcuni articoli e inchieste di tipo sensazionalistico, arrivando praticamente ad attribuire ogni brutto caso di suicidio giovanile agli emo.
6বলার বাহুল্য, যদিও সকল ক্ষেত্রে নয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তারা তাদের দাবীর সাপেক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি, এই বিষয়ে কেবল তার ধারণা করেছে মাত্র।[ …]Inutile rilevare che nella maggior parte dei casi, per non dire in tutti, non vi era alcuna prova per far sussistere tali insinuazioni, se non appunto ipotesi completamente assurde e faziose. […]
7এবং কত সহজেই এই দাবী করা হয়েছে।Ma tali congetture ebbero un effetto nefasto.
8কেউ খেয়াল করল না, কেন এই সমস্ত তরুণ ব্যক্তিরা আত্মহত্যা করল এবং অবশেষে তারা এই সব ঘটনার এক সহজ সমাধান বের করল।In fondo a nessuno importava del perché questi giovani fossero arrivati a suicidarsi.
9খুঁজে পেল জাতীর এক নতুন শত্রু।Ma grazie a ciò venne finalmente trovata una risposta molto semplice.
10এ সব করা হল এই বিষয়ে “আলোচনা থামিয়ে” দেবার জন্য। […]Un nuovo “nemico della nazione” da “neutralizzare”. […]
11বাস্তবে এটা তরুণদের বিরুদ্ধে অনেক সংগঠিত এক আক্রমণ অথবা যে কেউ এই বিষয়কে যারা, ভিন্নভাবে দেখছে বা আচরণ করছে, এমন এক ভিন্ন অবস্থান, যা স্বাভাবিকতার ধারণা মধ্যে পড়ে না, “গ্রহণযোগ্য” চেহারা বা আচরণ নয়, তাদের বিরুদ্ধে আক্রমণ।In realtà si trattava di un attacco ben organizzato al mondo giovanile, o a chiunque per qualche motivo rivelasse un modo di essere e pensare di natura diversa, o meglio diverso da ciò che venisse comunemente percepito come “accettabile” e “normale”.
12ইমিগ্র্যান্ট ইমো, আর্মেনীয় নয় এমন একজনের ব্লগ।Anche Emigrant Emo, blog non armeno specializzato, ha notato le “inesattezze” di quelle inchieste giornalistiche, attribuendole tuttavia alla mentalità ristretta della società del Paese.
13যে সাব কালচার বা বিশেষ গোষ্ঠী বিষয়ে বিশেষজ্ঞ।I giorni passano e gli emo continuano imperterriti a diffondersi in tutto il mondo.
14তিনি সংবাদপত্রে প্রকাশিত ভূল তথ্য প্রদান করার কথা উল্লেখ করেছেন, কিন্তু মনে করেন যে, এই সব সংবাদ স্থানীয় সামাজের সাধারণ মানসিকতার প্রতিচ্ছবি তুলে ধরেছে। একেকটি দিন অতিক্রান্ত হচ্ছে এবং ইমো ক্রমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।E questa volta, il modo “fuorviante” in cui si è cercato di definire la cultura underground potrebbe essere non necessariamente sbagliato dal punto di vista del nuovo carattere che gli emo hanno assunto in quei territori di recente conquista.
15এইবার, তাকে ভুল ভাবে নিষিদ্ধ এক সংস্কৃতি হিসেবে চিহ্নিত করার প্রয়াস, হয়ত ভুল নয়, কারণ যে ভাবে ইমো চিন্তা এই নতুন এলাকায় প্রয়োগ করছে, যদিও সাইরানুয়েস জিওভারজিয়ান চিহ্নিত করেছেন যে, ইমোসের উৎস সাধারণ সব বিভ্রান্তির কারণ।Infatti, sebbene l'individuazione delle loro radici a opera di Siranuysh Gevirgyan sia viziata dal solito stuolo di preconcetti, può darsi che la sua definizione degli emo sia effettivamente valida per quanto riguarda l'Armenia, dove è nato e vissuto […]
16তবে সেই সংজ্ঞা জিওভারজিয়ান-এর আদি আর্মেনিয়ার সংজ্ঞা।
17ইমোর ভাষাকে কি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে?E' dunque sbagliata questa concezione degli emo?
18জিওভারজিয়ান, জনতাকে এই ধারণা দেবার ক্ষেত্রে এর কৃতিত্ব পুরোনো প্রচার মাধ্যমকে প্রদান করছেন, সাথে তুলনামূলকভাবে কিশোরদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন- যে সব কিশোররা দারুণভাবে গতি পরিবর্তন করে, কিন্তু এখানে তার এই নিজ দেশে, সংস্কৃতি ব্যক্তির ভাষায় প্রকাশ হয়।È quella che Gevoryan offre in pasto ai mezzi di comunicazione per persone oltretutto dotate di un atteggiamento relativamente comprensivo nei confronti dei giovani - e l'ultima di esse segna un notevole cambio di registro. Ma si sa, la cultura nel suo Paese natio è tutta una questione di interpretazione. […]
19তবে, আর্মেনিয়ার জনগোষ্ঠী তার ইতিহাসের সাম্প্রতিক দশক ও শতকে যে কঠিন সময় পার করে এসেছে, তার কথা বিবেচনা করলে, আমি মনে করি এবং (আশা) করি এই সমস্ত শিশুদের মধ্যে নিষ্পাপ ভাবনার চেয়ে বেশি পরিমাণ বিদ্রোহের চেতনা বিরাজ করবে, জিওভারজিয়ান যে ভাবে এই বিষয়ে বর্ণনা করেন, তাতে ইমো ফ্যাশান সম্বন্ধে অনেকটা একই অনুভূতি তৈরি হয়।[…] Tuttavia, se si considera la difficile storia attraversata dal popolo armeno negli ultimi secoli e decenni, direi (e spererei) che ci sia un briciolo di profondità maggiore nello spirito di ribellione di quei ragazzi, al di là della loro moda del copia-incolla, come la descriveva Geborgyan.
20অন্য ভাবে বলা যায়, তারা এটি তাদের নিজস্ব উপায়ে করছে এবং তা শক্ত ভাবনার উপর তৈরি, বিশেষ করে ভুল বুঝে থাকা অনেক ব্যক্তিগত মানুষের চেহারায়।In un caso o nell'altro, è chiaro che stanno facendo tutto da soli, trattandosi di un fraintendimento ad opera dei singoli nei confronti dei molti [modelli stranieri]. In questi ultimi giorni comunque la notizia ha attirato anche i media internazionali.
21তবে সাম্প্রতিক সময়ে, এই সব ঘটনা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে দৃশ্যমান হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আনজিপড টুইট করেছে যে, রোলিং স্টোন পত্রিকা এই বিষয়টিকে তুলে এনেছে।Con un pezzo - accompagnato da una foto scattata dall'editore di Global Voices per il Caucaso - Unzipped, per esempio, ha fatto sapere che persino la rivista Rolling Stone ha deciso di sollevare la questione.
22এই ঘটনার উপর প্রকাশিত সংবাদের উপর একটি ছবি প্রকাশিত হয়েছে যা গ্লোবাল ভয়েসেস-এর ককেশাস এলাকার সম্পাদকের তোলা।Foto © Onnik Krikorian Rolling Stone ha appena pubblicato un articolo in merito all'attacco nei confronti degli emo in Armenia.
23ছবি©অননিক ক্রিকোরিয়ান-এরRidicolo il capo della polizia.
24এখন রোলিং স্টোন পত্রিকা ইমোর উপর পুনরায় অভিযান চালানোর বিষয়টি #আর্মেনিয়ায় পোস্ট করেছে, পুলিশ প্রধানের সিদ্ধান্ত বিচিত্র[…] @রাইটপুডিং-এর মাধ্যমে পাওয়া[…] via @writepudding Tuttavia, nonostante il numero esiguo di emo presenti in Armenia, è stato creato un gruppo Facebook chiamato United Emos of Armenia [ru] per dare loro sostegno.
25এছাড়া, যদিও আর্মেনিয়াতে সংখ্যায় অনেক কম ইমোস সদস্য রয়েছে, সেখানে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এর নাম ইইউনাইটেড ইমোস অফ আর্মেনিয়া, তাদের সমর্থনে এই গ্রুপ তৈরি করা হয়েছে।
26এখানে লেখা প্রথম দিকের একটি পোস্টে আনজিপড উল্লেখ করেছে যে, কিছু স্থানীয় ব্লগার, তাদের নিজস্ব প্রচারণা “আই এম ইমো” চালু করেছে। সম্ভবত সবচেয়ে সৃষ্টিশীল পোস্ট এসেছে আলখাইমিক-এর কাছ থেকে [রুশ ভাষায়]In uno dei suoi primi post, Unzipped ha altresì notato che alcuni blogger locali hanno lanciato una propria campagna, “Anch'io sono emo”, con quello di alkhhimik che probabilmente è stato il post più creativo in merito.
27এক ব্লগার, যাকে তার ন্যাড়া মাথার কারণে তাৎক্ষনিক ভাবে চেনা সম্ভব, সে নিজের ছবিতে খানিকটা পরিবর্তন এনে, নিজেকে ইমো হিসেবে উপস্থাপন করে নিজের ছবি পোস্ট করেছে।Il blogger, immediatamente riconoscibile per la testa rasata, ha pubblicato una sua foto ritoccata dove appare travestito da emo.
28আধা সামরিক বাহিনীর প্রধান সিদ্ধান্ত নিয়েছে যে, তার আর করার কিছুই নেই। তাই সে ইমোসের পেছনে লেগেছ।L'ufficiale Signor Milizia ha deciso di non dover avere nient'altro da fare, e ciò spiega la necessità di dare inizio alla caccia agli Emo.
29এখানে ফেসবুকের একটি গ্রুপ, এর পেছনের ঘটনা তুলে ধরছে।Ecco cosa c'è dietro un gruppo Facebook.
30ইমো রক্ষা কমিটিকে ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে।Il comitato di difesa Emo è arrabbiato.
31“বাচ্চা ছেলেরা” হাত উত্তোলন করুন।Giù le mani dai ragazzi!
32অথবা আমাকে গ্রেফতার করুন এবং মারতে মারতে থানায় নিয়ে যান, কারণ আমিও একজন ইমো!O arresti me o mi trascini a suon di botte alla stazione perché sono un EMO!
33সংবাদ সূত্রানুযায়ী, আর্মেনিয়ার পুলিশ প্রধান বলেছেন যে, তিনি ইমোসকে বিপজ্জনক বলে মনে করেন। এমনকি, যদি অনেকে মনে করে যে, এই দেশে ইমোসের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র, তারপরেও তারা আর্মেনিয়ার জীন পুল (ঐতিহ্য) নষ্ট করছে।Secondo la stampa, il capo della polizia armena ha dichiarato che gli emo sono pericolosi - sebbene sia consapevole del fatto che siano poco più che una manciata nel Paese - poiché rappresentano una “seria minaccia per il gene della razza armena”.
34এর উত্তরে, এবং কি ভাবে আর্মেনিয়া একজন ভিন্ন চিন্তাধারা পোষণ করা ব্যক্তিকে সাধারণত খারাপ ভাবে দেখা হয়, তা উল্লেখ করার জন্য, কয়েকজন ফেসবুক ব্যবহারকারী একটি ইউটিউব ভিডিওর গান পোস্ট করেছে, যা এক পপ-পাঙ্ক কিশোর কেড গেয়েছে, গানের শিরোনাম “এস এমো চেম (আমি ইমো নই)”।Per tutta risposta, e al fine di mettere in luce come chiunque sia “differente” in Armenia venga subito marchiato negativamente, alcuni utenti di Facebook hanno preso diffondere il video di una canzone del gruppo pop-punk dei KED, intitolata “Es Emo Chem” (Io non sono Emo):