# | ben | ita |
---|
1 | সনি, হ্যাকিং-এর হুমকির মুখেও গুগল প্লে এবং ইউটিউবে দি ইন্টারভিউ চলচ্চিত্রটির মুক্তি প্রদান করেছে | USA: Sony rilascia il film The Interview su Google Play e YouTube sfidando gli hacker |
2 | http://www.theinterview-movie.com/ চলচ্চিত্রের স্ক্রিনশট | Schermata da http://www.theinterview-movie.com/ |
3 | বাক স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গুগল, সনি পিকচার্সের দি ইন্টারভিউ-নামক চলচ্চিত্রটির মুক্তি প্রদান করেছে, যেটিতে অভিনয় করেছে সেথ রোগেন এবং জেমস ফ্রাঙ্কো, আর এটি গুগল প্লে ও ইউটিউবে ভাড়া পাওয়া যাবে এবং স্ট্রিমিং করা যাবে। | Nonostante le crescenti polemiche che da giorni interessano il film satirico di Sony Pictures The Interview, il 24 dicembre scorso Google ha deciso di rendere disponibile la pellicola, che ha come protagonisti Seth Rogen e James Franco, in streaming a pagamento su Google Play e YouTube Movies. |
4 | এই মাসের শুরুতে, একটি হ্যাকার দলের হুমকির মুখে সনি তাদের এই রাজনৈতিক কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটি সমগ্র যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলো মুক্তি প্রদান স্থগিত করে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে হুমকিকে উত্তর কোরিয়ার সাথে সম্পৃক্ত বলে দাবী করেছে। | Spiegando la presa di posizione, Google ha dichiarato di non voler “permettere che pochi individui stabiliscano i limiti della libertà di parola in un altro Paese” [en, come i link a seguire, tranne dove diversamente indicato]. |
5 | হ্যাকারের এই দল নিজেদের দি গার্ডিয়ান অফ পীস (শান্তির রক্ষাকর্তা) নামে অভিহিত করে। | |
6 | তারা সনির কাছে দাবী জানায় যেন দি ইন্টারভিউ নামক চলচ্চিত্রটিকে সিনেমা হল থেকে উঠিয়ে নেয়, যে চলচ্চিত্রকে তারা “সন্ত্রাসবাদের চলচ্চিত্র” বলে অভিহিত করছে, যে সমস্ত চলচ্চিত্রে এই ছবি মুক্তি পাবে সেগুলোকেও দলটি হুমকি প্রদান করেছে। | Sony Pictures aveva inizialmente rinunciato alla distribuzione del film nelle sale statunitensi, in seguito alle intimidazioni da parte di un gruppo di hacker legato, secondo le autorità USA, alla Corea del Nord. |
7 | দি ইন্টারভিউ চলচ্চিত্রে রোগেন এবং ফ্রাঙ্কোর চরিত্র হচ্ছে সিআইএ-এর দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়ে সাংবাদিকতা পেশার ছদ্মাবরণে মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা করা। | Il gruppo, noto come “Guardiani della Pace”, chiedeva il ritiro de The Interview, definendolo “film del terrorismo”, con esplicite minacce nei confronti delle sale che avessero scelto di proiettare la pellicola. |
8 | হ্যাকিং-এর এই অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এক যৌথ তদন্তের প্রস্তাব করেছে। | La trama narra la vicenda di due giornalisti (Rogen e Franco) che ricevono dalla CIA l'incarico di assassinare il leader nordcoreano Kim Jong-un. |
9 | স্বাধীনভাবে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞও প্রশ্ন তুলেছে, এই হামলার ঘটনায় যে প্রমাণ পাওয়া গেছে তা উত্তর কোরিয়াকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট কি না। | Negando qualsiasi coinvolgimento, la Corea del Nord si è offerta di collaborare con il governo USA nelle indagini per far luce sulla vicenda. |
10 | সনির এই হ্যাকের ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা সংবাদ সংস্থা সিএনএন-কে বলেন, তিনি সন্ত্রাসবাদের মদদ দাতার তালিকায় উত্তর কোরিয়ার নাম পুনরায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন (২০০৮ সালে এই তালিকা থেকে উত্তর কোরিয়ার নাম ছেটে ফেলা হয়)। | Malgrado i dubbi di alcuni esperti indipendenti sulle prove contro la Corea del Nord sulle effettive responsabilità dell'azione, il Presidente Barak Obama ha dichiarato alla CNN l'intenzione di reinserire la Corea del Nord nella lista dei Paesi terroristi, da cui era stata rimossa nel 2008. |
11 | গুগলের প্রধান আইন কর্মকর্তা ডেভিড ড্রামমন্ড, গুগল ব্লগে লিখেছেন: | David Drummond, capo dell'ufficio legale di Google, scrive: |
12 | সনি,গত বুধবার গুগল সহ উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানির সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে যে আমরা কি তাদের চলচ্চিত্র “দি ইন্টারভিউ” অনলাইনে মুক্তি দিতে পারব কি না। | Mercoledì scorso Sony ha cominciato a contattare una serie di compagnie, inclusa Google, chiedendo la disponibilità a distribuire online “The Interview”. |
13 | আমাদেরও একই রকম চিন্তা ভাবনা ছিল, আর আমরা এই বিষয়ে সাহায্য করার জন্য উদগ্রীব ছিলাম- যদিও যা ঘটেছিল, তার সকল কিছুর প্রেক্ষাপটে, সবার আগে আমাদের মাথায় এসেছিল নিরাপত্তার ভাবনা। | Anche noi ci avevamo pensato, e abbiamo offerto volentieri il nostro aiuto, pur tenendo a mente le possibili implicazioni in ambito si sicurezza per via di quanto accaduto in precedenza. |
14 | নিশ্চয় ঘটনাটি এই আশাকে পরীক্ষা করছিল যে, চলচ্চিত্রটি মুক্তি পায়, সেক্ষেত্রে ভিন্ন কিছু ঘটতে পারে। | Ovviamente tutti speravano in un qualche altro sviluppo che portasse all'uscita del film. |
15 | কিন্তু সকল বিষয় আলোচনার পর, সনি এবং গুগল একমত হয় যে, আমরা বাইরে অবস্থান গ্রহণ করে বসে থাকতে পারি না এবং মুষ্টিমেয় কয়েকজনকে অন্য কোন দেশের বাকস্বাধীনতার নির্ধারক হওয়ার সুযোগ করে দিতে পারি না (যদিও এই কন্টেন্টটিকে হয়ত খুব বিচিত্র মনে হতে পারে)। | Ma dopo aver valutato la situazione, Sony e Google hanno deciso che non si ci si poteva mettere da parte permettendo che una manciata di individui stabilissero i limiti della libertà di parola di un altro Paese. |
16 | কাজে যুক্তরাষ্ট্রের সময় অনুসারে সকাল দশটায় (পিএসটি বা-প্যাসিফিক স্টান্ডার্ড টাইম) আপনারা গুগল প্লে এবং ইউটিউব মুভিজ-এ, “দি ইন্টারভিউ” চলচ্চিত্রটি ভাড়া নিতে বা কিনতে পারবেন। | (per quanto ridicoli potessero essere i contenuti). Quindi, a partire dalle 10 PDT, negli USA sarà possibile acquistare o noleggiare “The Interview” su Google Play e su YouTube Movies. |
17 | একই সাথে এক্সবক্স ভিডিও কাস্টমার-এ চলচ্চিত্রটি পাওয়া যাবে এবং www.seetheinterview.com-লিঙ্কের মাধ্যমে চলচ্চিত্রটি দেখতে পাওয়া যাবে। | Il film sarà disponibile anche per gli utenti di Xbox Video e su www.seetheinterview.com |
18 | Watching #TheInterview on you tube pic.twitter.com/Epe88QpR3x - Howard Fineman (@howardfineman) December 24, 2014 | Sto guardando The Interview su Youtube |
19 | ইউটিউবে দি ইন্টারভিউ চলচ্চিত্রটি দেখছি এই উদ্যোগটিকে উক্ত চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা স্বাগত জানিয়েছে: | L'uscita è stata salutata con entusiasmo dai due protagonisti del film: |
20 | শুভ বড়দিন আমেরিকা! | Buon Natale AMERICA! !!!!! |
21 | দি ইন্টারভিউ আলোর মুখ দেখল!!!!!! !!!http://www.theinterview-movie.com , এই লিঙ্কের মাধ্যমে ছবিটা দেখুন!!! | THE INTERVIEW È DISPONIBILE!!!!!! !!! Guardatelo qui!!! |
22 | সনিকে ধন্যবাদ!!!!!!!! | Grazie SONY!!!!!!!! |
23 | দি ইন্টারভিউ ছবিটি আপনি দেখতে চান? | Vuoi vedere The Interview?? |
24 | তাহলে আপনি ঠিক এই মুহূর্তে তা দেখতে পারেন!! http://www.theinterview-movie.com। | Cazzo, ADESSO puoi!! Vai sul sito. |
25 | লিঙ্কের মাধ্যমে, মুক্তি প্রদানের ঘটনাকে বাস্তবে পরিণত করার জন্য সনিকে ধন্যবাদ । | Grazie Sony per aver reso possibile tutto questo. |
26 | দারুণ। | Evvai! |
27 | আমি বলতে চাই, সিনেমা হলে ভরা দর্শকদের মাঝে একটি কমেডি ছবি উপভোগ্য, তাই যদি আপনি পারেন এভাবে দেখুন, আমি এভাবে দেখব, অথবা কয়েকজন বন্ধুকে এই চলচ্চিত্র দেখার আহ্বান জানাব। | Visto che una commedia si gusta meglio in un cinema pieno di gente, vi consiglierei di guardarla così. Oppure invitate degli amici a casa. |
28 | দি গ্লোব এন্ড মেইল-এর উর্ধ্বতন মিডিয়া বিষয়ক লেখক সাইমন হোপ্ট যদিও কিছু খারাপ সংবাদ প্রদান করেছে: | Simon Houpt, Senior Media Writer di Globe and Mail, ha invece delle cattive notizie: |
29 | অসহায় সেথ রোগেনঃ দি ইন্টারভিউ অস্কারের যোগ্য বলে বিবেচিত হচ্ছে না। | Povero SethRogen: The Interview Non potrà gareggiare per l'Oscar. |
30 | একাডেমি পুরস্কার নামে পরিচিত অস্কার অনলাইনে প্রথমেই চলচ্চিত্র মুক্তি প্রদর্শনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। | |
31 | কিন্তু একটি অস্কার অর্জন হয়ত কেবল প্রদর্শন শুরু এমন এক চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক দূরের এক ভাবনা, তবে চলচ্চিত্রটিকে তেমনভাবে কেউ মূল্যায়ন করছে না: | Le regole degli Academy escludono le prime online Poco male verrebbe da dire, visto che le prime recensioni sono tutt'altro che favorevoli: |
32 | সৌভাগ্যক্রমে খুব শীঘ্রই আমার দি ইন্টারভিউ নামক চলচ্চিত্রটি দেখা হচ্ছে না। তবে এই পছন্দের ক্ষেত্রে আমি আমার স্বাধীনতা চাই। | Non credo che guarderò The Interview, ma volevo avere la libertà di scegliere se farlo o meno. |
33 | বিষয়টি দারুণ যে স্বাধীনতার মত বিষয় নিয়ে চলচ্চিত্রেও বিতর্ক তুলে ধরা হচ্ছে। | Bene che si discuta di libertà in ambito cinematografico. |
34 | কিন্তু বিষয়টি খুব বাজে যে সাধারণ মানের এক চলচ্চিত্র এই বিষয়টি তুলে ধরেছে। | Peccato che il dibattito sia nato da un film così mediocre. |
35 | ১৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে দি গার্ডিয়ান নামক দলটি যে সমস্ত সিনেমা হলে দি ইন্টারভিউ প্রদর্শিত হবে সেগুলোতে তাদের “সন্ত্রাসী হামলা” চালিয়ে যাবার হুমকি প্রদান করে। সাথে সাথে রোগেন এবং ফ্রাঙ্কো প্রদর্শনীতে সবার সামনে উপস্থিত হয়ে এই চলচ্চিত্রের প্রচারণা চালানোর ধারাবাহিক কর্মসূচি বাতিল করে,অন্যদিকে সনি তার টিভি বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়। | Dopo le minacce di “attacchi terroristici” del 16 dicembre scorso da parte dei Guardiani, nei confronti delle sale che avessero programmato The Interview, Rogen e Franco avevano cancellato la propria partecipazione a una serie di eventi promozionali, e Sony aveva interrotto gli spot televisivi riguardanti il film. |
36 | ঠিক এর পরেরদিন সনি নিরাপত্তাজনিত কারণে উত্তর আমেরিকার প্রধান প্রধান সব সিনেমা হল থেকে এই চলচ্চিত্রের মুক্তি প্রদর্শন প্রত্যাহার করে নেয়। | Il giorno seguente era stata cancellata anche la prima nei cinema statunitensi, visti i timori di gran parte delle compagnie cinematografiche. |
37 | ২৩ ডিসেম্বর তারিখে সনি ঘোষণা প্রদান করে যে সীমিত আকারে কয়েকটি স্বাধীন সিনেমা হলে দি ইন্টারভিউ-এর মুক্তি প্রদান করা হবে। | Il 23 dicembre Sony aveva annunciato l'uscita in alcuni cinema indipendenti per il giorno di natale. |
38 | ২৪ ডিসেম্বর তারিখে ইউটিউব এবং গুগলপ্লে-তে ছবিটি মুক্তি পায়। | Il 24 il film viene distribuito su Google Play e YouTube Movies. |
39 | যদি আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকা দিয়ে দি ইন্টারভিউ ছবিটি কেনেন তাহলে তারা আপনার ক্রেডিট কার্ড এবং আপনার সকল তথ্য হ্যাক করে নেবে। | @piersmorgan Se comprate The Interview con carta di credito la cloneranno e ruberanno tutte le vostre informazioni. |
40 | সনি পিকচার্স, নভেম্বর ২০১৪ তারিখে দি গার্ডিয়ান অফ পিস-এর এক ব্যাপক সাইবার হামলার শিকার হয়। হ্যাকাররা সনির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে ফেলে, তারা সনির শত শত হাজার হাজার নিজস্ব নথি এবং ইমেইল চুরি করে এবং সাথে হুমকি প্রদান করা এক বার্তা রেখে যায়। | Lo scorso novembre Sony Pictures aveva subito un grave attacco informatico da parte dei Guardiani della pace che, beffati i sistemi di sicurezza di Sony, aveva rubato migliaia di email e documenti riservati, lasciando dei messaggi intimidatori. |
41 | দি গার্ডিয়ান নামক হ্যাকাররা বলছে যদি সনি স্টুডিও তাদের পরিকল্পনা অনুসারে দি ইন্টারভিউ-এর মুক্তি প্রদান করে তাহলে তারা এই সব নথি জনসম্মুখে প্রকাশ করে দেবে। | I Guardiani avevano minacciato di diffondere il materiale rubato se il film fosse stato distribuito. |
42 | এছাড়াও তারা সনির কর্মচারীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর এবং আতঙ্ক তৈরী করা ছবি দিয়ে প্রদান করা হুমকি রেখে যায় যেখানে লেখা ছিল “ কেবল আপনি একা নন, সাথে আপনার পরিবার বিপদে পড়বে”। | Il gruppo aveva inoltre pronunciato violente minacce nei confronti dei dipendenti Sony e delle loro famiglie. |
43 | জুন ২০১৪ তারিখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক “দয়ামায়াহীন” কর্মকাণ্ডের হুমকি প্রদান করা হয়, যদি সনির সহযোগী প্রতিষ্ঠান এবং উক্ত চলচ্চিত্রের পরিবেশক কলম্বিয়া পিকচার্স চলচ্চিত্রটি মুক্তি প্রদান করে তাহলে এই কর্মকাণ্ড ঘটানো হবে। | Già nel giugno 2014 gli Stati Uniti avevano ricevuto da parte della Corea del Nord minacce di ritorsioni “spietate”, qualora Columbia Pictures, società controllata da Sony, avesse dato il via alla programmazione. |
44 | কলম্বিয়া পিকচার্স, চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা ১০ অক্টোবর থেকে পিছিয়ে ২৫ ডিসেম্বরে নিয়ে যায়, সংবাদ পাওয়া গেছে যে উত্তর কোরিয়ার কাছে চলচ্চিত্রটি যেন আরো গ্রহণযোগ্য হয়, সে ভাবে এটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। | La prima era quindi stata spostata dal 10 ottobre al 25 dicembre, a quanto pare per permettere delle modifiche che avrebbero reso il film meno sgradito alle autorità nordcoreane. |