Sentence alignment for gv-ben-20140324-42338.xml (html) - gv-ita-20140406-91483.xml (html)

#benita
1রাইয়ু বনে আগুন ইন্দোনেশিয়ায় সবচেয়ে বাজে ধোঁয়া দূষণের সৃষ্টি করেছেIndonesia: incendio nella foresta di Riau causa grave inquinamento
2ইন্দোনেশিয়ার রাইয়ুর জলন্ত বন, ছবি ভিরনা পুষ্পা সেতইয়োরিনির।Una foresta in fiamme a Riau, Indonesia.
3কপিরাইট @ডেমোটিক্স-এর (৬/২০/২০১৩)Foto di Virna Puspa Setyorini, Copyright @Demotix (6/20/2013)
4বেশিরভাগ এলাকা বিশেষ করে রাইয়ুতে বায়ু দূষণ আরো তীব্র আকার ধারণ করেছে, ধোঁয়ার এই বিপর্যয়ের ‘কেন্দ্রস্থল হওয়ার কারণে'।Gli incendi boschivi in Indonesia occidentale si sono intensificati a marzo, interessando anche gli abitanti della regione di Riau, della Sumatra occidentale e dell'Indonesia settentrionale.
5এই ধোয়ার কারণে রাইয়ুর প্রায় ৩৩,৩০০ বাসিন্দার ইতোমধ্যে তীব্র শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছে।L'incendio boschivo sarebbe anche responsabile della formazione della fitta foschia discesa sui paesi vicini di Singapore e Malesia.
6বাসিন্দাদের একটা বড় অংশ, যার মধ্যে শিশুরাও অর্ন্তভুক্ত ইতোমধ্যে তারা হাঁপানি এবং কাশির লক্ষণ দেখা দিয়েছে।Il numero dei focolari è salito [en, come i link seguenti, salvo diversa indicazione] a più di 2,000 in questo mese.
7মূলত কর্পোরেট প্রতিষ্ঠানের চাষাবাদের জন্য ইচ্ছাকৃত ভাবে বন পোড়ানোর মাধ্যমে এই আগুনের উৎপত্তি।Per contenere il fuoco, il governo ha sparso 6 tonnellate di sale sopra Riau nel tentativo di stimolare le pioggie nei 13,000 ettari dell'area interessata.
8একই সাথে বড় বড় চাষীরা তাদের চাষ পদ্ধতির কারণে ‘বার বার' বন পোড়ানোর দায়ে অভিযুক্ত হচ্ছে।L'inquinamento aereo è peggiorato sopratutto nella provincia di Riau, il cosidetto ‘ground zero' della disatrosa foschia.
9ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুশিলো বামবাং ইধোয়ানো (এসবিওয়াই) ব্যাখ্যা করেছেন যে বনের আগুন লাগা একই সাথে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিপর্যয়:Già più di 33,300 residenti di Riau soffrono di infezioni acute delle vie aeree causate dallo smog. Un numero ancora maggiore di residenti, inclusi bambini, sono stati diagnosticati con asma e tosse.
10কেবল মাত্র বাজে আবহাওয়া আগুন আর ধোঁয়া সৃষ্টি করে না, স্থানীয় নাগরিক এবং কোম্পানী যারা জমি পোড়ানোর চেষ্টা করে তারা এর জন্য দায়ী *এসবিওয়াই*L'incendio è stato provocato dal rogo doloso di foreste, attuato principalmente dalle grandi compagnie delle piantagioni agricole. Anche i proprietari delle grandi fattorie sono considerati responsabili degli ininterrotti incendi delle foreste, a causa dei loro metodi inquinanti di bonifica dei terreni.
11যেহেতু ইন্দোনেশিয়ার ৩০ থেকে ৪০ শতাংশ তেল রাইয়ুতে উৎপন্ন হয় সেক্ষেত্রে সরবরাহ হয় তাই চলতে থাকা এই আগুনের বিপর্যয়ে দেশটির তেল সরবরাহ ব্যবস্থা আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে।Il presidente indonesiano Susili Bambag Yudhoyono (SBY), ha spegato che gli incendi forestali sono sia un disastro di orginine naturale che [un fenomeno] causato dalla mano dell'uomo [indonesiano]:
12ইন্দোনেশিয়ার রাইয়ুতে আগুনের তীব্রতা, ছবি ওয়ার্ল্ড রিসোর্স ইনিস্টিটিউট থেকে নেওয়া।L'incendio ed il fumo non sono stati causati soltanto dal cima estremo, ma anche dai locali e dalle aziende che volevano bruciare la terra.
13ইন্দোনেশিয়ার নেট নাগরিকরা ধোঁয়া এবং আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য #প্রেফররাইয়ু , #মেলওয়ানসএ্যাপ, এবং #রাইয়ুহেজ নামক টুইটার হ্যাশট্যাগের ব্যবহার করছে:*SBY* L'ininterrotto disastroso incendio rischia inoltre di interessare anche le forniture di greggio dell'Indonesia, dal momento che Riau supplisce il 30% o 40% della produzione nazionale.
14রাইয়ুর আগে এবং পরে।La densità degli incendi a Riau, Indonesia.
15সকলে রাইয়ুর জন্য প্রার্থনা করুন।Immagine del World Resources Institute
16Su Twitter, gli hashtag #PrayForRiau, #MelawanAsap, e #RiauHaze sono usati dai netizen indonesiani per aggiornarsi sulla situazione dell'incendio e dello smog:
17রাইয়ুতে প্রচণ্ড বৃষ্টির আশা করছি।prima e dopo Riau.
18আমিনTutti #PreghiamoPerRiau.
19এই শহরের আমরা কি ভাবে টিকে থাকব?Sperando in una fitta pioggia su Riau, amen.
20দয়া করে রাইয়ুর জন্য প্রার্থনা করুনCome è possibile sopravvivere in questa città?
21এই সমস্ত অগ্নিকাণ্ড এখনই থামানো দরকার, যতক্ষণ না ওই সমস্ত কর্পোরেশন দায়িত্বপূর্ণ আচরণ করে।Per piacere, #PregatePerRIAU Non dobbiamo fermarci adesso, finchè quelle compagnie non agiranno responsabilmente.
22আমরা যদি থামি, তাহলে আগামী বছর ও একই ঘটনা ঘটবে।Se ci fermiamo ora, accadrà di nuovo il prossimo anno.
23আমরা তাজা হাওয়ার অভাব অনুভব করছি।CI MANCA QUESTO!
24এ রকম এক তাজা হাওয়া!L'ARIA PULITA COME QUESTA!
25ঠিক এ রকমটা নয়।NON COME QUESTA!
26আমি জানি, বাজে এক পরিস্থিতিতে এ রকম এক জায়গায় বাস করা কত কঠিন। আর আপনি কোথাও যেতেও পারছেন না, কারণ বাইরে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না।So quanto sia difficile vivere in un luogo con pessime condizioni e non si può andare da nessuna parte perchè non si riesce a vedere nulla di fuori
27বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধোঁয়ার সেরা শহরের পুরস্কার আমাদের প্রাপ্য, আর রাষ্ট্রপতি এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়।Meritiamo di essere riconosciuti come la città con lo smog più pericoloso del mondo ma al presidente non interessa niente!
28মাত্র ৫ শতাংশ অক্সিজেন।Solo il 5% di ossigeno.
29কি এক ভয়াবহ অবস্থা।E' una situazione terribile!
30এটা ঈশ্বরের নিয়তি নয়, বরঞ্চ দায়িত্বহীন মানুষের কর্ম। এটিকে একটা আর্ন্তজাতিক বিষয়ে পরিণত করা উচিত!Questo non è una punizione divina, ma l'atto di persone irresponsabili.
31এই ঘটনা বন্ধ করার জন্য আমাদের একত্রিত হওয়া প্রয়োজন।Facciamone una Questione Internazionale! uniamoci per BLOCCARE tutto ciò.