Sentence alignment for gv-ben-20120823-28586.xml (html) - gv-ita-20120712-62829.xml (html)

#benita
1উগান্ডাঃ নোডিং রোগ শিশুদের ভবিষ্যৎকে রুদ্ধ করছেUganda: bambini senza futuro a causa di una malattia misteriosa
2নোডিং রোগ ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক অক্ষমতার একটি রোগ। এটি বর্তমানে দক্ষিণ সুদান, তানজানিয়া ও উগান্ডার উত্তরাঞ্চলের কিছু এলাকায় দেখা দিয়েছে।La Sindrome dell'annuire [en, come i link successivi] (Nodding disease) è una grave patologia debilitante - in molti casi fatale - che colpisce bambini tra i 5 e i 15 anni.
3এ রোগটি এখন পর্যন্ত অনিরাময়যোগ্য এবং এর কারণ অজানা।Al momento rimane limitata ad alcune aree di Sud Sudan, Tanzania e Uganda.
4সম্প্রতি, কিছু বৃদ্ধের উপর এর চিহ্ন দেখা গেছে।Non esiste ancora una cura per la malattia, le cui cause rimangono sconosciute.
5এই রোগগ্রস্ত অঞ্চলগুলো মূলত দেশটির উত্তরাঞ্চলে।Recentemente anche alcuni anziani ne hanno accusato i sintomi.
6এই রোগ হলে শিশুরা নিজেরদের জন্য উৎপাদনক্ষমতাসম্পন্ন হতে পারে না, যেমন মেয়েদের ক্ষেত্রে খাবার বানানোর জন্য ছুরি ধরা, এবং ছেলেদের ক্ষেত্রে বীজ বপনের জন্য কোদাল ধরতে অক্ষম হওয়া।In Uganda la maggioranza dei casi si sono manifestati al nord del Paese. Questa terribile malattia impedisce ai bambini colpiti di fare qualsiasi cosa, dal tenere in mano un coltello per preparare il cibo a impugnare una zappa per seminare.
7একজন ১৮ বছরের তরুণকে ৩ বছরের বালকের মত দেখাতে পারে এবং ধরে নিয়ে যাওয়া ও শরীরে তাপ দিতে হতে পারে।Un adolescente diventa come un bimbo di 3 anni che deve essere trasportato in braccio e mantenuto al caldo.
8এই রোগের প্রথম লক্ষণ হল ক্রমাগত মাথা ঝিমঝিম করা, খেতে ও পান করতে অক্ষম হওয়া।Il primo sintomo della malattia è un movimento incontrollabile del capo, proprio come quello di chi annuisce.
9পরে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে।Il malato smette poi di bere e di mangiare.
10এক উগান্ডান সাংবাদিক, ফ্লোরেন্স নালুইম্বা, এই ব্যাপারটিকে প্রকাশ করার জন্য প্রথম পদক্ষেপ ও অনুসন্ধান চালিয়েছেন।Seguono convulsioni e arresto della crescita, sia fisica che mentale. Florence Naluyimba, giornalista ugandese, è stata la prima a indagare il problema e renderlo noto al mondo.
11তিনি বলেন যদিও সরকার ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ করে দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা সাইকেলে অনেক পথ পাড়ি দিতে হয়। অসুস্থরা নিজেরা যেতে পারে না এবং তাদেরকে সাইকেলের পিছনে চড়িয়ে ৩০ কিমিরও বেশি পথ পাড়ি দিতে হয়।A quanto racconta, nonostante il governo abbia fornito medicinali per tentare di curare la malattia a tre centri sanitari, i malati che vivono in zone lontane devono essere trasportati a braccia o in bicicletta per decine di kilometri prima di trovare assistenza.
12এই রোগটি সাধারণত মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায় এবং মাঝে মাঝে তাদেরকে আগুনে পোড়া, কেটে যাওয়া বা পুকুর/নদীতে পড়ে যেতে দেখা যায়, যা তাদেরকে মৃত্যু বা মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়।Le convulsioni causate dalla malattia sono così violente che alcuni bambini sono caduti nel fuoco, in laghi o fiumi, o si sono feriti con oggetti appuntiti. Molti sono rimasti mutilati o uccisi in incidenti di questo tipo.
13অনেক শিশুই এরকম দুর্ঘটনায় আঙুলের মত শরীরের বিভিন্ন অংশ হারিয়েছে।A volte le piccole vittime sono così deboli da non riuscire nemmeno a piangere.
14এরকম হলে ভুক্তভোগী অত্যন্ত দুর্বল হয়ে চিৎকার করে। সরকারী রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এই রোগের অন্যতম কারণ হিসেবে কালো মাছিকে চিহ্নিত করে তা নিধনের জন্য স্প্রে করার পরিকল্পনা করেছে।Il Center for Disease Control ha stabilito un programma di disinfestazione contro i simulidi, gli insetti sospettati di essere i maggiori responsabili della malattia, nella speranza che la misura porti a qualche risultato positivo.
15এটি সহায়ক হবে কিনা তা পরিষ্কার নয়। উগান্ডান গ্রামবাসীদের অভিযোগ যে নমুনা ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর নিরাময় ও কারণ সম্পর্কিত কোন তথ্য পায় নি।Gli abitanti dei villaggi colpiti si lamentano del fatto che già nel 2010 erano stati raccolti dei campioni inviati poi negli Stati Uniti, ma da allora non si è saputo più nulla riguardo possibili cause o cure.
16নিচে এই রোগ সংক্রান্ত কিছু ছবি ও ইউটিউব ভিডিও রয়েছে।Di seguito alcune foto e video riguardanti la malattia.
17নোডিং রোগের প্রাথমিক অবস্থা। ugandaradionetwork.com-এর সৌজন্যেSindrome dell'annuire agli stadi iniziali. Per gentile concessione di ugandaradionetwork.com
18মস্তিষ্ক বিকৃতির সময় আগুনে পুড়ে যাওয়ার পর আহত একটি শিশুর মুখ।Ustioni sul volto di un bambino caduto nel fuoco durante le convulsioni.
19256news.com-এর সৌজন্যেPer gentile concessione di 256news.com