# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও রেকর্ড করেছে | Colombia: video-blogger raccontano il 2010 con un filmato al giorno |
2 | যেমনটা এর আগে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত হয়েছিল, কলম্বিয়ার বেশ কিছু ভিডিও ব্লগার সিদ্ধান্ত নিয়েছিল যে ২০১০ সালে তারা প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে। | Risale al 2010 la curiosa iniziativa di alcuni videoblogger colombiani consistente nel realizzare un video al giorno [en] nel corso dell'intero anno. |
3 | যদিও সবগুলো ভিডিওর নির্মাণ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তারপরে তাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়, যারা জুয়ান ফাল্লার (@জুয়ানফাল্লাস্পেন) এই বৈশ্বিক চিন্তাভাবনার সাথে যুক্ত হয়েছিল (গ্লোবাল ভয়েসেস-এর আগের এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে)। | Sebbene non tutti abbiano poi portato a termine il progetto, va riconosciuto il merito e lo sforzo di quanti hanno aderito all'originale idea promossa da Juan Falla (@juanfallaesp [es, come tutti i link successivi, tranne ove diversamente segnalato]), quale è stata ampiamente illustrata in un precedente articolo [en] di Global Voices Online). |
4 | জুলিয়ানা মাউরিচিও (@প্রোফেটালোকো) এমন এক ভিডিও ব্লগার, যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং সে এটিকে শেষ করেছে। | Juliàn Mauricio, (@Profetaloco), uno dei videoblogger riuscito positivamente nell'impresa, ne ha annunciato prontamente la notizia su Twitter: |
5 | এই উদ্যেগের ফলাফল টুইটারে পোস্ট করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]। | 3 colombiani hanno deciso di arrivare fino in fondo nella sfida #vlog365. |
6 | কলম্বিয়ার যে তিনজন ব্লগার #ভ্লগ৩৬৫ নামক চ্যালেঞ্জকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা হচ্ছে @লুইসাসান্তিয়াগো,@আলেজান্দ্রোএঞ্জেল,@প্রফেটালোকো। | Sono: @luisasantiaga @alejandroangel @profetaloco, con la realizzazione di un video-diario per ogni giorno dell'anno. |
7 | তারা [২০১০] সালে প্রতিদিন একটি করে ভিডিও সমাপ্ত করেছে। একই সাথে এই ধরনের কাজের প্রক্রিয়ার সাথে যুক্ত হবার ফলে তার যে আত্মতৃপ্তি, তা সে সবাইকে জানাচ্ছে: | Alla fine dell'anno, sempre Mauricio non ha mancato di esternare la propria grande soddisfazione per aver preso parte all'ambiziosa iniziativa: |
8 | আমি এই চ্যালেঞ্জ সমাপ্ত করেছি। #ভ্লগ৩৬৫ আরো ভিডিও তৈরির জন্য উৎসুক হয়ে রয়েছে। | HO TERMINATO IL PROGETTO #vlog365 con ancora voglia di fare video. |
9 | এগুলো কিছুক্ষণের জন্য @প্রোফেটালোকোতে থাকবে!!!! | @profetaloco è qui tutto per voi!!! |
10 | ২০১০ সাল ছিল স্প্যানিশ ভাষায় ভিডিও ব্লগের বছর। | Il 2010 è l'anno del videoblog in spagnolo!!! |
11 | এটি ১৮ ডিসেম্বর, ২০১০-এ, তৈরি করা তার এই ভিডিও [স্প্যানিশ ভাষায়], কলম্বিয়ার, কালি নামক এলাকার নৈসর্গিক দৃশ্য তুলে ধরছে। | Questo è il filmato da lui girato il 18 dicembre 2010, una visione panoramica di Cali (Colombia): |
12 | লুইসা সান্তিয়াগো (@লূইসাসান্তিয়াগো), যিনি কার্টাজেনা থেকে তার প্রতিদিনের ভিডিও রেকর্ড করেন। ভদ্রমহিলা তার বছরের শেষ ভিডিওতে তার এই চ্যালেঞ্জের বিষয়টি ব্যাখ্যা করছেন। | Luisa Santiaga (@Luisasantiaga), che ha realizzato un video-diario della città di Cartagena [it], ha spiegato con esattezza le caratteristiche del progetto nel suo ultimo video dell'anno: |
13 | তার ওয়েবসাইট কার্টাজেনা ৩৬৫-এর মাধ্যমে যারা তার ভিডিও দেখেছে, লুইসা তাদের ধন্যবাদ জানিয়েছে [স্প্যানিশ ভাষায়] এবং লুইসা এ আগামীতে আরো ভিডিও নির্মাণের বিষয়টি চালিয়ে যাবার কথা লিখেছেন: | Sul blog Cartagena 365, Luisa ha ringraziato coloro che l'hanno seguita in questo periodo, rendendo anche nota la propria intenzione di continuare a realizzare video: |
14 | ২০১০ সালে আমার সাথে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। | Grazie per essermi stati vicini e per avermi sostenuto durante tutto questo 2010. |
15 | ২০১১ সালেও আমি আপনাদের সঙ্গ আশা করব, কারণ কার্টাজেনা ৩৬৪ শেষ হয়ে যাচ্ছে না। কাজে আপনারা আরো লম্বা সময় ধরে লুইসা সান্তিয়াগোকে পাচ্ছেন। | Spero di poter godere della vostra preziosa compagnia anche l'anno prossimo, poiché Cartagena365 non è ancora finita! |
16 | হেহে। আলেজান্দ্রো এঞ্জেল (@আলেজান্দ্রোএঞ্জেল) ২০১০ সালে প্রথম ভিডিও নির্মাণের বিষয়টি স্মরণ করছেন। | Così ne avrete ancora di Luisa Santiaga, e per parecchio tempo! |
17 | নতুন বছর, নতুন জীবন…. ৩৬৫ দিন আগে……. http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #video | Alejandro Angel (@AlejandroAngel) ha orgogliosamente ricordato il suo primo video del 2010: |
18 | লুইসা সান্তিয়াগোর মত (@লূইসাসান্তিয়াগো) সেও, প্রজেক্ট ৩৬৫ ভিডিও ব্লগিং নামক বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটি ভিডিও বেছে নিয়েছেন। | |
19 | আলেজান্দ্রো এঞ্জেল-প্রোভেক্টো ৩৬৫ [স্প্যানিশ ভাষায়] সাইটের মাধ্যমে সে এই সাইটে যোগ দিয়েছে। | Año nuevo vida nueva… hace 365 días … http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #video |
20 | নিঃসন্দেহে বলা যায়, এই সমস্ত ভিডিও ব্লগ বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে: কলম্বিয়ার ক্যারিবিয়ানদের ড্রামস [স্প্যানিশ ভাষায়] এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা [স্প্যানিশ ভাষায়] (লুইসাসান্তিয়াগো), একটি কনসার্টের পর্যালোচনা [স্প্যানিশ ভাষায়) এবং সাম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা ছাত্রের কথা [স্প্যানিশ ভাষায়] এবং বারানকুইয়াল্লা নামক শহরের বৃষ্টিপাত [স্প্যানিশ ভাষায়] এবং একর্ডিয়ান নামক বাদ্যযন্ত্রের স্বরলিপি [স্প্যানিশ ভাষায়] অথবা ইসলা ডে টাগাঙ্গার গায়কেরা [স্প্যানিশ ভাষায়] (আলেজান্দ্রোএঞ্জেল), হচ্ছে এ রকম কিছু ভিডিও, যা ওই সমস্ত ব্লগারদের কিছু ভিডিও যা সারা বছর ধরে দেখানো হয়েছে। | |