# | ben | ita |
---|
1 | পরিবেশ সংক্রান্ত কাজে মোবাইল ফোন প্রযুক্তি | La telefonia mobile a sostegno delle battaglie ambientali |
2 | সারা বিশ্বের পরিবেশবাদীদের জন্য মোবাইল ফোন একটি দরকারী হাতিয়ারে পরিণত হচ্ছে। পরিবেশবাদীরা তাদের বিভিন্ন কাজ যেমন ভোক্তাদের শিক্ষিত করা, ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করা, জীব বৈচিত্র আর দুষণের মাত্রা পর্যবেক্ষণ করা, আর বন রক্ষার প্রচারণা চালানো ইত্যাদিতে এই নতুন প্রযুক্তি প্রয়োগ করছে। | I telefoni cellulari vanno rivelandosi un importante strumento per gli ambientalisti di tutto il mondo, che escogitano nuove strategie per portare avanti le varie iniziative come, ad esempio, quella di educare i consumatori sull'impatto delle decisioni d'acquisto, il controllo degli animali allo stato libero e l'inquinamento e la tutela delle foreste. |
3 | জাতিসংঘ ফাউন্ডেশন আর ভোডাফোন গ্রুপ ফাউন্ডেশন এর প্রযুক্তিগত সহযোগিতা সংস্থা গত এপ্রিলে একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দুনিয়ায় সামাজিক পরিবর্তনে মোবাইল ফোনের বিবিধ ব্যবহারের কথা বলা হয়েছে। | |
4 | রিপোর্টটির নাম: “সামাজিক পরিবর্তনের জন্য ওয়্যারলেস প্রযুক্তি: এনজিওর মোবাইল ব্যবহারের ধারা” (পিডিএফ ফরম্যাটে)। এই রিপোর্টের লেখকদ্বয় শীলা কিঙ্কাডে (শেয়ারআইডিয়া. | Ad aprile United Nations Foundation e Vodafone Group Foundation Technology Partnership hanno pubblicato un rapporto che descrive le diverse modalità di utilizzo dei cellulari quale veicolo di cambiamento sociale nel mondo: Technology for Social Change: Trends in Mobile Use by NGOs [PDF] |
5 | অর্গ) আর ক্যাট্রিন ভেরক্লাস (মোবাইলএক্টিভ. অর্গ) দ্বারা উল্লেখিত পরিবেশ সংক্রান্ত উদ্যোগ এর তালিকা দেয়া হয়েছে। | Ecco di seguito una panoramica sulle maggiori iniziative ambientali sottolineate da Sheila Kinkade (ShareIdea.org) e Katrin Verclas (MobileActive.org), coautrici del rapporto. |
6 | এর সাথে আরো কিছু নতুন প্রকল্পের নামের তালিকাও আমি যোগ করেছি। | In aggiunta, segue una lista di progetti avviati dopo la pubblicazione del rapporto. |
7 | আর্জেন্টিনা: | Argentina |
8 | মোবাইল ফোন ব্যবহার করে আর্জেন্টিনায় গ্রীন পিস তাদের সমর্থকদের আন্দোলনে প্রভাবিত করতে সমর্থ হয়েছে যার ফলে তারা আর্জেন্টিনার প্রথম বন সংরক্ষণ আইন পাস করাতে সমর্থ হয়েছে। | Grazie all'utilizzo dei cellulari, Greenpeace Argentina ha mobilitato attivisti e sostenitori, ottenendo così l'approvazione della prima legge federale per la tutela delle foreste. |
9 | মোবাইলএক্টিভ ব্লগ এ মাসের শুরুর দিকে তাদের বন সংরক্ষণ কার্যক্রম নিয়ে লিখেছিল: | Il blog MobileActive si occupa delle iniziative a tutela delle foreste concluse con successo questo mese. |
10 | গ্রিনপিস আর্জেন্টিনার জন্য মোবাইল ফোন নতুন কিছু না। | L'uso dei telefoni cellulari non è cosa nuova per Greenpeace Argentina. |
11 | এই সংস্থা বহুবার তাদের সাড়ে তিন লাখ সমর্থকের মোবাইল নম্বরের তালিকা ব্যবহার করেছে এদের কাছে গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আইনের ব্যাপারে লবী করতে। | L'organizzazione ha utilizzato la telefonia mobile molte volte per mobilitare il proprio gruppo, forte di un esercito di 350.000 persone dotate di telefonini, per fare pressione su importanti leggi ambientali con risultati decisamente positivi. |
12 | গ্রিন পিসের একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি হল সাম্প্রতিক বন সংরক্ষণ আইন প্রণয়ন। | La Ley de Bosque, o Legge Forestale, è sicuramente fra i successi più significativi di Greenpeece. |
13 | ‘সামাজিক পরিবর্তনের জন্য ওয়্যারলেস প্রযুক্তি' রিপোর্ট অনুযায়ী গ্রিনপিস এটা করতে পেরেছে যারা বন আইন সংক্রান্ত পিটিশন সই করেছে তাদের ইমেল ঠিকানা আর মোবাইল ফোন নম্বর সহ একটা বিরাট ডাটাবেস তৈরি করে। | Secondo il rapporto Wireless Technology for Social Change, Greenpeace ha raggiunto l'obiettivo grazie ad un enorme database contenente sia le email sia il numero di cellulare delle persone che hanno firmato la petizione in favore della Legge Forestale. |
14 | এছাড়া গুরুত্বপূর্ণ হিয়ারিং আর সিটি কাউন্সিল ভোটের সময় তারা টেক্সট ম্যাসেজ করে মনে করিয়ে দেয় সমর্থকদের। | Ed ha inoltre inviato SMS per avvisarli sulle udienze importanti e in occasione delle votazioni della giunta comunale. |
15 | তারা টেক্সট ম্যাসেজ ব্যবহার বিক্ষোভ আর মিটিং এর ও আয়োজন করে। | Ma ha usato SMS anche per coordinare le varie manifestazioni e riunioni. |
16 | ঘানা: | Ghana |
17 | ঘানায় একটি প্রকল্পে দেখানো হয়েছে যে মোবাইল ফোনকে সহজ যোগাযোগের যন্ত্র হিসেবে ব্যবহারের বদলে পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ‘সুপার সেন্সিং' যন্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। | In Ghana si è dimostrato, nel corso di un progetto specifico, che il cellulare può abbandonare il ruolo di strumento così pervasivo e diventare un apparecchio di “super rilevamento” nella raccolta di dati ambientali. |
18 | মোবাইলের সাথে একটা বিশেষ সেন্সর যুক্ত করে এটা করা যায়। | Ciò si ottiene collegando il telefonino ad un sensore particolare. |
19 | এই সেন্সর বাতাসের অবস্থা বা শহরের ট্রাফিক চিত্র সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য জোগাড় করে, যা পরে বিশ্লেষণ করা যায় আর গুগুল ম্যাপে উপস্থাপন ও করা যায়। | Questo raccoglie dati scientifici sulla qualità dell'aria e perfino sul traffico urbano, che vengono poi studiati e finanche riprodotti sulle mappe di Google. |
20 | এপ্রিলে মোবাইলএক্টিভ ব্লগে কোরিনে রামে এই উদ্যোগের কথা লিখেছেন: | Corinne Ramey parla di questa iniziativa in un post di aprile: |
21 | আক্রা স্টাডিতে ৭জন ট্যাক্সি চালককে ড্যাশবোর্ডে লাগানো যায় এমন জি পি এস সিস্টেম আর যাত্রীর জানালা থেকে ঝোলানো একটা টিউব দেয়া হয়েছিল। | Nello studio svolto ad Accra, sette taxi sono stati dotati di GPS e di un tubo agganciato al finestrino passeggero. |
22 | টিউবগুলোতে কার্বন মনোক্সাইড সেন্সর ছিল। | Il tubo conteneva un sensore capace di rilevare il livello di monossido di carbonio. |
23 | একই ভাবে তিনজন ছাত্রকে মোবাইল সেন্সর প্যাক জিপিএস সহ দেয়া হয়েছিল যাতে ছিল একটি করে কার্বন মনোক্সাইড সেন্সর। | Analogamente, tre studenti sono stati provvisti di zainetti con sensori portatili a clip che contenevano anch'essi un GPS e un sensore per il monossido di carbonio. |
24 | ট্যাক্সি চালক আর ছাত্রদের বলা হয়েছিল তাদের প্রতিদিনের স্বাভাবিক কাজের সময় যত দূর সম্ভব এই সেন্সর সাথে বহন করতে। | Ai tassisti e agli studenti è stato chiesto di spostarsi il più possibile con i sensori durante le normali attività quotidiane. |
25 | সারাদিন এই ব্যবস্থা নিজে থেকে সেন্সরের ডাটা রেকর্ড করেছে। | Di giorno il sistema di rilevamento registrava automaticamente i dati dei sensori. |
26 | দিন শেষে মূল অংশগ্রহণ কারীরা তাদের সেন্সর প্যাক একটা কেন্দ্রীয় জায়গায় রেখে যেত যেখানে ডাটা বের করে সেন্সরগুলোকে রিচার্জ করা হত। | A fine giornata, i partecipanti di questo progetto pilota depositavano il loro equipaggiamento in un punto di raccolta dove i dati venivano estrapolati e i sensori ricaricati. |
27 | এই অংশগ্রহণ মূলক ডাটা সংগ্রহ থেকে আক্রা, ঘানার একটা হিট ম্যাপ (কার্বন মনোক্সাইডের) গুগুল আর্থে প্রয়োগ করা হয়। | Il risultato di questa iniziativa ha fornito una mappa termica con i valori di monossido di carbonio di tutta Accra, poi riportata su Google Earth. |
28 | রঙের মাধ্যমে বোঝা যায় শহরের ২৪ ঘন্টার কার্বন মনোক্সাইডের পাঠ। | I colori rappresentano i valori di lettura dell'intensità di monossido di carbonio nell'arco delle 24 ore sull'intera città. |
29 | লাল বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে কোন জায়গার পাঠ নেয়া হয়েছে। | I cerchi di colore rosso indicano i luoghi dei rilevamenti. |
30 | কেনিয়া: | Kenya |
31 | দ্য ওয়্যারলেস টেকনোলজি ফর সোশাল চেঞ্জ রিপোর্ট কেনিয়ার লাইকিপিয়া উপজেলার ভূমি মালিক আর বন্য পশুদের মধ্যে লড়াইয়ের ব্যাপারটি তুলে ধরছে। | Il rapporto Wirelesss Technology for Social Change parla poi delle tensioni emerse fra i proprietari terrieri e gli animali allo stato brado nel distretto di Laikipia, in Kenya. |
32 | বন্য পশুরা কিছু কৃষককে মেরে ফেলেছে আর তাদের ফসল ধ্বংস করেছে। | Questi ultimi hanno ucciso delle persone e distrutto i raccolti. |
33 | ওদিকে হাতি আর অন্যান্য পশু হত্যা করা হয়েছে। | La soluzione adottata è stata l'uccisione degli elefanti e degli altri animali. |
34 | মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে একটি বিরোধ নিরসন প্রোগ্রাম নেয়া হয়েছে যার ফলে স্থানীয় গোত্র, বন্য পশু নিয়ে যারা কাজ করে তারা আর ভূমি মালিকদের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়। | L'alternativa è piuttosto un'azione preventiva anti-conflitto che utilizza la telefonia mobile per mantenere in contatto tra loro le comunità locali, il personale addetto agli animali selvatici e i proprietari terrieri. |
35 | পাইলট প্রযুক্তির ‘পুশ টু টক অন সেলুলার (ফোন)(পিওসি) যা ওয়াকি টকি বা দ্বিমুখী রেডিও আর মোবাইল ফোনের প্রযুক্তির সম্মিলন। | Il progetto pilota utilizza la tecnologia Push to Talk over Cellular (PoC), che unisce la funzionalità di un walkie-talkie o di una radio ricetrasmittente al comune telefono cellulare. |
36 | পিওসি দুইজনের মধ্যে বা এক দলের মধ্যে যোগাযোগ সম্ভব করে আর একদল নির্দিষ্ট ব্যবহারকারী দলকে পরষ্পরের সাথে যুক্ত করায় বিশেষভাবে কার্যকর। | La PoC consente la comunicazione fra due o più persone ed è particolarmente utile nel collegare saltuariamente un gruppo di utenti in un dato periodo di tempo (es., un solo giorno feriale) |
37 | দক্ষিণ আফ্রিকা: | Sud Africa |
38 | ফিশএমএস হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাস্টেইনেবল সি ফুড ইনিশিয়েটিভ এর একটি এসএমএস নির্ভর সার্ভিস যা বিশ্ব ব্যাপী মাছের স্টকের হিসাব সবাইকে জানাতে পারে। | FishMS è un servizio di SMS offerto da Southern African Sustainable Seafood Initiative che fornisce ai consumatori informazioni sul mercato mondiale di pesce. |
39 | ব্যবহারকারীরা যে মাছ তারা কিনতে চায় তার নাম একটি নির্দিষ্ট নম্বরে টেক্সট করে এবং সাথে সাথে জানতে পারে যে এই মাছ পরিবেশবান্ধব ভাবে চাষ করা হয়েছে কিনা, নাকি এটা কেনার আগে চিন্তা করা উচিত। | Gli utenti possono inviare un SMS al numero +27 79 499 8795 per avere informazioni in merito al tipo di pesce che vogliono acquistare e sanno immediatamente se quel pesce è stato allevato con metodi sostenibili o se ci devono pensare due volte prima di acquistarlo. |
40 | নীচের ভিডিও এই প্রযুক্তির কাজ দেখানো হচ্ছে (এটা নোকিয়া এন৯৩ মোবাইল ফোন ব্যবহার করে ধারন করা হয়েছে)। | Il video che segue ne illustra il funzionamento (il breve filmato è stato girato con un telefonino Nokia N93): |
41 | যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র: | Regno Unito e Stati Uniti |
42 | এয়ারটেক্সট একটা ব্যবস্থা যার মাধ্যমে ইংল্যান্ডের কোন বরোর (এলাকার) দূষণের মাত্রা সম্পর্কে তথ্য জানানোর জন্যে ভোক্তাদের এসএমএস ম্যাসেজ, ভয়েসমেইল বা ইমেইল পাঠানো হয়। | AirText è un sistema che invia un SMS, un messaggio vocale o una email che informa sui livelli di inquinamento di un quartiere specifico di Londra. |
43 | এই সেবা বিশেষ করে হার্টের অসুখ আর শ্বাস কষ্ট ভোগ করছে এমন লোকদের লক্ষ্য করে দেয়া হয়। | Il servizio si rivolge alle persone affette da patologie respiratorie e cardiopatie. |
44 | যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় একই ধরনের সেবা দেয়া হয় যার মধ্যে আছে এরগো (বিভিন্ন জিপ কোডে বিস্তৃত) আর অ্যাডেক (শুধু এরিজোনায়)। | Esistono servizi analoghi per specifiche località negli Stati Uniti fra cui Ergo, (copre varie aree) e ADEQ (in Arizona). |
45 | যারা জানতে চায় যে তাদের ব্যক্তিগত গ্রীন হাউস গ্যাস নির্গমনের পরিমান কত, তাদের ফোনে মোবগ্যাস নামে একটা প্রযুক্তি ডাউনলোড করতে পারেন, যা তাদের দৈনন্দিন কাজ যেমন রান্না, টেলিভিশন দেখা বা গাড়ি চালানো ইত্যাদিতে গ্রীন হাউজ নির্গমনের ব্যাপারে জানাতে সাহায্য করে । | Chi volesse sapere il proprio impatto ambientale in termini di emissioni di gas serra, può scaricare sul cellulare mobGas un semplice software che compie rilevazioni rispetto alle comuni attività quotidiane, come cucinare, guardare la TV o guidare, alle emissioni nocive quantificandole. |
46 | সামাজিক পরিবর্তনে ওয়্যারলেস প্রযুক্তির রিপোর্ট থেকে: | A questo proposito ecco uno stralcio tratto sempre dal rapporto Wirelesss Technology for Social Change: |
47 | ব্যবহারকারীদের তাদের প্রত্যেকদিনের কাজ আর গ্রীন হাউস গ্যাস নির্গমনের মধ্যে যোগসূত্র স্থাপন করে মবগ্যাস আশা করে যে লোকে তাদের জীবনযাত্রার ধরন পরিবর্তনে উদ্বুদ্ধ হবে। | Aiutando gli utenti a collegare le rispettive attività quotidiane e le emissioni di gas serra, MobGAS intende offrire suggerimenti concreti per migliorare il proprio stile di vita. |
48 | এই প্রযুক্তিতে কিছু টিপস দেয়া আছে যে কিভাবে নির্গমন কমানো যায়। | Inoltre, il software fornisce consigli su come cambiare le diverse attività per ridurre le emissioni. |
49 | জোস ক্যান্টনের রিড রাইট ওয়েব ব্লগে তুলে ধরা একই ধরনের আর একটা প্রকল্প হচ্ছে ফুয়েলফ্রগ। | Un progetto analogo, FuelFrog, viene segnalato da Josh Catone sul noto blog Read Write Web. |
50 | এটা একটা প্রযুক্তি যা টুইটার ব্যবহার করে ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের হিসাব রাখার জন্য: | È un programma che ricorre al diffusissimo Twitter per aiutare gli utenti a tenere sotto controllo i consumi di carburante: |
51 | ফুয়েলফ্রগ খুব সোজা আর খুবই উপকারী। | FuelFrog è estremamente semplice e immensamente utile. |
52 | প্রত্যেক বার ভরার পর ব্যবহারকারীরা শেষ বার ভরার পর কত মাইল গিয়েছে সেটা হিসাব দেয়, কত দাম দিয়েছে আর গ্যালনে তেলের পরিমাণ। | Dopo ogni pieno l'utente inserisce le miglia percorse dall'ultimo pieno, l'importo pagato e il totale di benzina in galloni. |
53 | সময়ের সাথে ফুয়েল ফ্রগ আপনার জালানি ব্যবহারের ধারা হিসাব করে গ্রাফ করে দেখাবে যার ফলে আপনি আপনার এলাকার তেলের দামের ধারা চিনতে পারবেন, আপনার গাড়ি জালানি কিভাবে ব্যবহার করে (টায়ারে বাতাস দেয়ার সময় হয়েছে কিনা?) , আপনি কতটা গাড়ি চালাচ্ছেন, আর আপনি কত খরচ করছেন। | FuelFrog elabora i dati nel tempo ed è in grado di offrire informazioni dettagliate sul consumo di carburante, come ad esempio la tendenza dei prezzi in zona, in che misura la vostra auto ottimizza i consumi (forse è ora di gonfiare lo gomme?), quanta strada fate e quanto spendete. |
54 | গ্লোবাল ভয়েসেস পরিবেশ শাখা মোবাইলএক্টিভ আর শেয়ারআইডিয়াজ কে তাদের রিপোর্ট এর জন্য ধন্যবাদ জানাচ্ছে। আমরা পরিবেশ সংক্রান্ত মোবাইল ফোনের অন্যান্য ব্যবহার সম্পর্কে পাঠকদের মতামত জানতে উৎসাহী। | Global Voices Environment ringrazia MobileActive e Shareideas per aver realizzato questa indagine, ed è interessata a ricevere le segnalazioni dei lettori su altri esempi di telefonia mobile utilizzata come strumento di attivismo ambientale. |
55 | আরও দেখুন গ্লোবাল ভয়েসেসের সাম্প্রতিক রিপোর্ট যেখানে পরিবেশ আন্দোলনে ওয়েব ২. ০ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। | Utile anche leggere la recente panoramica, sempre su Global Voices, sull'uso degli strumenti del web 2.0 nell'attivismo ambientale. |