Sentence alignment for gv-ben-20130828-38438.xml (html) - gv-ita-20130829-84175.xml (html)

#benita
1ছবি: বুয়েনস আয়ার্স এবং এর আশেপাশে শহুরে শিল্প কলার মানচিত্র অংকনFOTO: una mappatura dell'arte urbana a Buenos Aires e oltre
2খোশখেয়াল বা শখ হিসেবে শিল্পের অভিব্যক্তি এখন কি হতে পারে, যেগুলো নিয়মিত বিশ্বব্যাপী শহরগুলোর রাস্তায় এবং দেয়ালে দেখা যায় ?Ciò che è cominciato come una moda o un hobby, è ora diventato espressione artistica visibile nelle strade e sui muri delle città di tutto il mondo.
3আর্জেন্টিনার আলয়ান্ড্রো গুরি, ফেরান্ডো আইটা এবং টমি লুকাদামো তাদের ব্লগ ​​এস্ক্রিটোসেনলাকালে'র [স্প্যানিশ ভাষায়] (রাস্তায় লেখা) মাধ্যমে তা দেখতে, অন্বেষণ, শেয়ার এবং নির্মাণ করতে আমাদের আমন্ত্রণ জানিয়েছেনঃGli argentini Alejandro Güerri, Fernando Aíta e Tomy Lucadamo ci invitano a guardare, condividere, esplorare e costruire attraverso il loro blog Escritosenlacalle [es, come tutti gli altri link] (Scritti in strada): Guardare la città con occhi diversi, pensare e parlare di cosa ci raccontano i muri.
4দেয়ালের ছবিগুলি শেয়ার করুন, একটি মানচিত্রে তাদের জায়গা দিন, সম্পর্ক আঁকুন।Condividere le fotografie dei graffiti, localizzarli su una mappa e tracciare collegamenti.
5সাধারণ অঞ্চলে মানুষ কি লিখেছে এবং এঁকেছে তা মনযোগ দিয়ে সেই অনুপম দৃশ্যগুলো ব্রাউজ করুন।Esplorare il paesaggio urbano e prestare attenzione a ciò che la gente scrive e dipinge nelle aree comuni.
6রাস্তায় প্রকাশ করা ফন্ট, ধারনা এবং অনুভূতির একটি চাক্ষুষ এবং ভাষাগত সংরক্ষণাগার তৈরী করুন।Costruire un archivio visivo e linguistico dei caratteri tipografici, le idee e i sentimenti espressi in strada.
7এই দেয়ালের ছবি প্রকল্পটি শিল্পী - অথবা যেকোনো নাগরিককে - দেয়ালের ছবিগুলো দেখার জন্য তা পাঠানোর এবং মানচিত্র তৈরির [স্প্যানিশ ভাষায়] অনুমতি দেয়, যেখানে সেগুলো অবস্থিত।Il progetto GraFiTi permette agli artisti - e a chiunque altro - di inviare le foto dei graffiti e di localizzarle su una mappa per indicarne la posizione esatta.
8বুয়েনস আয়ারস থেকে দেয়ালের ছবি সংগ্রহ করার মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হয়েছে, কিন্তু এখন আপনি নুইকুইন, করডোবা বা রোসারিও এর মত অন্যান্য আর্জেন্টাইন শহরগুলোর শহুরে শিল্প ছবি দেখতে পাবেন।Il progetto ha preso vita con la raccolta delle foto dei graffiti di Buenos Aires, ma adesso propone anche le foto di arte urbana provenienti da altre città argentine come Neuquén, Córdoba e Rosario.
9এমনকি আপনি সান্তিয়াগো (চিলি), সান্তা ক্রুজের (বলিভিয়া) এবং মন্তটিভিডিও'র (উরুগুয়ে) মত অন্যান্য দেশের শহরের দেয়ালের ছবিগুলোও খুঁজে পাবেন।Si possono anche trovare le foto dei graffiti presenti nelle città di altri Paesi, come Santiago (Cile), Santa Cruz (Bolivia), e Montevideo (Uruguay).
10আলজেন্দ্রা ইনযুঞ্জা ইওরোবকুতে [স্প্যানিশ ভাষায়] এ প্রকল্প সম্পর্কে লিখছেন:Alejandra Inzunza parla del progetto su Yoroboku:
11তারপর থেকে, প্রকল্পটি ক্রমবর্ধমান ভাবে এগিয়ে চলেছে। পাঠকরা দেয়ালের ছবির একটি ডিজিটাল মানচিত্র তৈরী এবং এর পিছনের গল্প নির্মাণে সঠিক ঠিকানা সহ ইমেইলে দেয়ালে পাওয়া লেখাগুলো পাঠাতে শুরু করে।Nel 2010, tre colleghi argentini (Alejandro Güerri, Fernando Aíta e Tomy Lucadamo) realizzarono un sito web in cui raccogliere i graffiti più interessanti trovati sui muri [della città].
12ব্লগটি [স্প্যানিশ ভাষায়] ব্যবহারকারীদের পাঠানো ছবিগুলোর বিভিন্ন বিভাগ তৈরী করে। “ডেলিরিওস” [স্প্যানিশ ভাষায়] (প্রলাপ) বিষয়শ্রেণীর অধীনে আমরা এই ধরণের ছবি দেখতে পাই:Iniziarono a fotografare i graffiti e a caricare le foto su Escritosenlacalle con l'intento di creare un archivio visivo e linguistico dei caratteri tipografici, le idee e i sentimenti espressi in strada.
13ছাকারিতা, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনা। ছবিটি পাঠিয়েছে আলেজেন্ড্রা গুরি।Da allora il progetto è in continua crescita.
14I lettori ci mandano via mail le fotografie e l'indirizzo esatto dei graffiti trovati sui muri, di modo che possiamo ricostruire una mappa digitale dei graffiti e della poesia che nascondono.
15“প্রিগুন্টাস” [স্প্যানিশ ভাষায়] (প্রশ্ন) বিষয়শ্রেণীর অধীনে একটি দেয়াল ছবি: “কেন?”Il blog suddivide in categorie le immagini inviate dagli utenti.
16২০০০ সালে ভেনেজুয়েলার দেয়াল চিত্র, বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।La categoria “Delirios” (deliri) propone immagini come questa:
17ছবিটি পাঠিয়েছে ফারনেন্ডো আইটা।Quartiere Chacarita, Buenos Aires, Argentina.
18একটি আর্জেন্টিনা ব্লগ ​​থেকে আপনি যেমন আশা করতে পারেন, সেরকম ফুটবল [স্প্যানিশ ভাষায়] (ফুটবল) নামক একটি বিভাগও আছে:Foto inviata da Alejandro Guerri. Questo graffito rientra invece nella categoria “Preguntas” (domande):
19অভি বেল্গ্রানো ১৫৫০, আভেলান্ডা, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনার দেয়াল চিত্র।“Perché?” Venezuela 2000, San Cristóbal, Buenos Aires, Argentina.
20ছবিটি পাঠিয়েছে ফারনেন্ডো আইটা।Foto inviata da Fernando Aita
21বাল্ভানার ৩০০, পুরাতন টারমিনাল, সালটা, আর্জেন্টিনা।Come è facile aspettarsi da un blog argentino, c'è anche la categoria fútbol (calcio):
22ছবিটি পাঠিয়েছে অজ্ঞাতনামা ব্যবহারকারি।Graffiti in Av. Belgrano 1550, Avellaneda, Buenos Aires, Argentina.
23মান্তেস ডি অকা ৬, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনা।Balvanera 300, Vecchio Terminal, Salta, Argentina.
24ছবিটি শেয়ার করেছে গ্রাফিটিFoto inviata da un utente anonimo.
25এই প্রকল্পটি বিভিন্ন সত্ত্বা থেকে সমর্থন পেয়েছে।Il progetto è stato supportato da numerose iniziative.
26যেমন, আর্জেন্টিনার ন্যাশনাল এনডাউমেন্ট ফর আর্টস থেকে ‘গ্রুপ প্রকল্পের জন্য ২০০৯ সালের ন্যাশনাল স্কলারশিপ' এবং বুয়েনস আয়ারস শহরের সংস্কৃতি, কলা ও বিজ্ঞানের জন্য মেট্রোপলিটন ফান্ড থেকে ‘নির্মাতাদের লিখা এবং চিন্তার জন্য অনুদান' পেয়েছে।Nel 2009 si è visto assegnare una Borsa di Studio Nazionale per Progetti di Gruppo dal Sovvenzionamento Nazionale per le Arti argentino e una Borsa di Studio per i Creatori di Lettere e Filosofia dalla Fondazione Metropolitan della Cultura, delle Arti e della Scienza di Buenos Aires.
27ডোরেগো ১৮০০, কলেজিয়ালস, বুয়েন্স আয়ারস, আরজেন্টিনা, ছবিটি শেয়ার করেছে লেন্ড্রো জিওভিনাজিAv. Montes de Oca 6, Barracas, Buenos Aires, Argentina. Foto condivisa da GRaFiTi
28সারজেন্টো কারবেল ৩০০, রোস্রিও, সান্তা ফে, আর্জেন্টিনা।Dorrego 1800, Colegiales, Buenos Aires, Argentina.
29ছবিটি শেয়ার করেছে গ্রাফিটি।Foto inviata da Leandro Giovinazzi
30আপনি ‘মান্দার দেয়ালের ছবি' [স্প্যানিশ ভাষায়] (দেয়ালের ছবি পাঠাতে) উপর ক্লিক করে শহুরে শিল্পের উপর আপনার তোলা ছবি পাঠাতে পারেন।Sargento Cabral 300, Rosario, Santa Fe, Argentina. Foto condivisa da GRaFiTi
31আপনি প্রকল্পটি ফেসবুক [স্প্যানিশ ভাষায়] টুইটার [স্প্যানিশ ভাষায়], এবং ফ্লিকারের [স্প্যানিশ ভাষায়] মাধ্যমেও অনুসরণ করতে পারেন।Puoi inviare le tue foto di arte urbana andando su ‘Mandar graffiti‘ (inviare graffiti). Per seguire il progetto, visita le pagine Facebook, Twitter e Flickr.