# | ben | ita |
---|
1 | ইয়েমেন: #কোনড্রোননয় প্রচারাভিযান | Yemen: #NoDrones, contro la guerra dei droni |
2 | ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনযুদ্ধের প্রতি নিন্দা জানানোর জন্যে ইয়েমেনীরা টুইটারে একটি প্রচারাভিযান শুরু করেছে। | Gli yemeniti hanno lanciato una campagna su Twitter per condannare la guerra dei droni [en, come tutti gli altri link] che gli Stati Uniti stanno portando avanti nei confronti dello Yemen. |
3 | তারা হ্যাশট্যাগ #কোনড্রোননয় ব্যবহার করে টুইট করছে এবং অ-ইয়েমেনীদের প্রতিবাদ করে তাদের প্রচারণায় যোগদানের আহবান জানাচ্ছে। | Su Twitter si scrivono post con l'hashtag #NoDrones e viene invitato anche chi non vive nello Yemen a scrivere e unirsi a questa campagna. |
4 | ইয়েমেন থেকে মাই সালেহ টুইট করেছেন: | Mai Saleh scrive dallo Yemen: |
5 | @এ৪(ফর)মাই: এক মুহূর্ত ভেবেই আমাদের সঙ্গে চিৎকার করুন: কোনো জঙ্গলের আইন নয়, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়, নয় কোনো নিরপরাধ বেসামরিক জনগণের হত্যাকাণ্ড #কোনড্রোননয় | @A4Mai: Prendetevi un attimo per urlare con noi: No alla legge della giungla, No alle uccisioni fuori dalla giustizia, No alle uccisioni di civili innocenti #NoDrones |
6 | ড্রোন আক্রমণ বন্ধ কর, প্রতিবাদের প্ল্যাকার্ড। | Stop agli attacchi dei droni, cartello di protesta. |
7 | ছবি, ফ্লিকা্রে (সিসি বাই ২. ০) মিশাইপ্যান্টস | Immagine di meeshypants su Flickr (CC BY 2.0). |
8 | লন্ডন থেকে ব্রিটিশ-ইয়েমেনী এক্টিভিস্ট তালাল আহবান জা্নিয়েছেন: | Talal, un attivista yemenita britannico esorta da Londra: |
9 | @২৫ফেবস্বাধীনতা: “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ”-এর নামে #ইয়েমেনে #মার্কিন যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণ হত্যা করছে। খোদার দোহাই #ইয়েমেনে #ড্রোনবন্ধকর #কোনড্রোননয় | @25FebFreedom: gli #US uccidono civili innocenti nello #Yemen nel nome della “guerra al terrorismo” #StopDrones #NoDrones per l'amor di Dio nello #Yemen |
10 | প্রচারাভিযানটি ১৩ই মে প্রেসিডেন্ট ওবামার সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ও. | La campagna è partita il 13 maggio, lo stesso giorno in cui John O. |
11 | ব্রেনান যেদিন আব্দু রাব্বু মানসুর হাদি, ইয়েমেনের প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করেছে সেদিনই শুরু হয়েছে এবং পরের দিনই বাড়িয়ে দেয়া অভিযানে কথিত ১১ জন জঙ্গি নিহত হয়। | Brennan, consigliere per l'antiterrorismo del presidente Obama, ha incontrato il presidente dello Yemen, Abdu Rabbu Mansour Hadi, e il giorno successivo a quello in cui è stata riportata un'intensa campagna offensiva aerea americana che avrebbe ucciso 11 militanti. |
12 | ইয়েমেন-ভিত্তিক ব্রিটিশ সাংবাদিক টম ফিন্ টুইট করেছেন: | Il giornalista britannico Tom Finn, che si trova nello Yemen, ha scritto su Twitter: |
13 | @টমফিন২: মার্কিন সন্ত্রাসবিরোধী সম্রাট জন ব্রেনান সানা'তে উপস্থিত হলে ইয়েমেনীরা টুইটার একটি #কোনড্রোননয় প্রচারাভিযান শুর করে… #ইয়েমেন | @tomfinn2: gli yemeniti lanciano la campagna #NoDrones su twitter mentre lo zar antiterrorismo degli USA John Brennan arriva a Sana'a… #Yemen |
14 | মাই সালেহ ব্রেনানের উদ্দেশ্যে কিছু টুইট করেছেন: | Mai Saleh ha rivolto alcuni post direttamente a Brennan: |
15 | @এ৪(ফর)মাই: সফরকারী জনাব #ব্রেনানের প্রতি জরুরী বার্তা: #ইয়েমেন থেকে আপনার হাত গুটান এবং আমাদের আকাশ থেকে চিরতরে আপনার ড্রোন সরিয়ে নিন। | @A4Mai: Messaggio urgente per il sig. Brennan in visita: giù le mani dallo #Yemen; farebbe meglio a tenere i suoi droni lontani dai nostri cieli. |
16 | ইয়েমেনী নাগরিক #কোনড্রোননয় | I cittadini yemeniti #NoDrones |
17 | @এ৪(ফর)মাই: প্রিয় জনাব ব্রেনান, #পাকিস্তানে আপনার নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, আবার কেন এটা #ইয়েমেনে পরীক্ষা করছেন? | @A4Mai: Caro Sig. Brennan, la sua politica si è rivelata fallimentare in #Pakistan, perchè provarci nello #Yemen? |
18 | ব্যর্থতাই এর নিশ্চিত পরিণতি, আন্তরিকভাবে #কোনড্রোননয় | E' palesemente destinata a fallire, Cordiali saluti #NoDrones |
19 | ইয়েমেনীরা সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তারা বিশ্বাস করে মার্কিন ড্রোনের ব্যবহার একে বাড়াবে মাত্র, ব্লগার আতিয়াফ আলওয়াজির উল্লেখ করেন: | Gli yemeniti condannano il terrorismo, e anzi ritengono che l'uso dei droni americani lo favorisca, come spiega la blogger Atiaf Alwazir: |
20 | @ইয়েমেনেরনারী: কারণ আমি #সন্ত্রাসবাদ এবং #চরমপন্থা'র বিরুদ্ধে, আমি #ড্রোন-এরও বিরুদ্ধে। | @WomanfromYemen: Perchè sono contro il #terrorismo & #estremismo, sono anche contro i #droni. |
21 | এটা ফলাফল বিরোধী এবং চরমপন্থা আরো উস্কে দিবে। | E' controproduttivo e fomenta un maggiore estremismo. |
22 | #কোনড্রোননয় #ইয়েমেন #মার্কিন | #NoDrones #yemen #US |
23 | @ইয়েমেনেরনারী: আমরা বলছি #কোনড্রোননয়, কারণ আমরা #ইয়েমেনে কোন জঙ্গি চাই না। | @womanfromYemen: Diciamo #NoDrones, perchè non vogliamo militanti armati nello #Yemen. |
24 | ড্রোন জঙ্গিদের উৎপাটন করে না, (নবরং) তাদের উপস্থিতি প্রবল করে। | I droni non stanano i militanti, intensificano la loro presenza. |
25 | ইয়েমেন-ভিত্তিক ফরাসি সাংবাদিক বেঞ্জামিন ওয়াসেক টুইট করেছেন | Il giornalista francese Benjamin Wiacek, che vive nello Yemen, ha scritto: |
26 | @নেফেরমা'ত: #মার্কিন ড্রোন এবং বিমান আক্রমণ পরিস্থিতির উন্নয়নের চেয়ে চরমপন্থা এবং অসন্তোষ আরো সৃষ্টি করে: ড্রোনকে না বলুন!! | @Nefermaat: I droni #US e gli attacchi aerei creano più estremismo e risentimento piuttosto che migliorare la situazione: DITE NO ai DRONI!! |
27 | #কোনড্রোননয় | #NoDrones |
28 | তিনি অবশ্য ইয়েমেনে অসামরিক হতাহত সম্পর্কে বড় একটা উল্লেখ করা হয় না এমন একটি ড্রোন হামলা সম্পর্কিত লিংক টুইট করছেন। | Ha anche aggiunto un link sugli attacchi tramite droni e le perdite tra i civili che molto raramente vengono rese note. |
29 | আতিয়াফ আলওয়াজির যোগ করেছেন: | Atiaf Alwazir ha aggiunto: |
30 | @ইয়েমেনেরনারী: প্রতিটি শিরোনামে আপনি পড়বেন #ইয়েমেনে ড্রোন আক্রমণে “জঙ্গি” নিহত, (তাহলে) উল্লেখ করা হয় না এমন বেসামরিক জনগণ হত্যাকাণ্ডের কথা চিন্তা করে দেখুন #কোনড্রোননয় | @WomanfromYemen: Per ogni titolo di giornale che si legge sui “militanti” uccisi dai droni nello #Yemen, pensate ai civili uccisi di cui non si dice nulla. #NoDrones |
31 | সানা২(টু) আল-ইয়েমেন নামে একজন ইয়েমেনি নারী-সাংবাদিক ও কবি তার ঘৃণা টুইট করেছেন: | La gionalista e poetessa yemenita che scrive sotto il nome Sana2 Al-Yemen ha espresso tutto il suo disprezzo: |
32 | @সানাসিনো: পৃথিবী জুড়ে মার্কিন কর্মকর্তারা আমাদের #ইয়েমেনের জনগণকে নিয়ে একটি ভিডিও গেম খেলছে, সেটা জেনে মনে ঘেন্না লাগে #কোনড্রোননয় | @Sanasiino:E' disgustoso sapere che gli ufficiali americani attorno al globo stiano giocando a un videogioco con le persone dello #Yemen. #NoDrones |
33 | @সানাসিনো: #ইয়েমেনে একটি #কোনড্রোননয় নীতি দিয়ে #যতদ্রুতসম্ভব সমর্থন এবং ক্ষমতা কমাতে শুরু করতে করতে হবে | @Sanasiino:Per indebolire #AQAP il consenso e il potere di Al-Qaesa si dovrebbe iniziare con una politica #NoDrones nello #Yemen |
34 | এবং সবশেষে, ইয়েমেনের শামস অনেক ইয়েমেনীর ভাগাভাগি করা একটি আশা টুইট করেছেন যে নতুন সরকার মার্কিন ড্রোন হামলা বন্ধ করবে: | E infine, Shams dallo Yemen scrive su Twitter una speranza condivisa da molti yemeniti, cioè che il nuovo governo metta fine agli attacchi dei droni americani: |
35 | @শামসআলশোমোস: আমি আশা করি #হাদি তার জনগণের কল্যাণের পক্ষে কথা বলবেন এবং কাজ করবেন যা #সালেহ কখনো করেননি #কোনড্রোননয় #ইয়েমেনে | @shamsalshomos: Spero che #Hadi faccia ciò che #Saleh non ha mai fatto, che parli e agisca a favore del benessere dei suoi cittadini #NoDrones in #yemen |
36 | প্রচারাভিযানটি সম্পর্কে আরো জানতে হ্যাশট্যাগ #কোনড্রোননয় অনুসরণ এবং এই গল্পায়ন পাঠ করুন। | Per saperne di più sulla campagna seguite la hashtag #NoDrones e leggete questa pagina su Storify. |