# | ben | ita |
---|
1 | ইউক্রেইন: ক্রিমিয়ার দৃষ্টিতে | Ucraina: un punto di vista dalla Crimea |
2 | গত মে মাসে ইউক্রেইন মস্কোর মেয়র ইউরি লুজকভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল, যখন তিনি রাশিয়াকে আমন্ত্রণ করেছিলেন ব্ল্যাক সিতে একটা ইউক্রেইনিয় নৌ ঘাঁটি সিভাসতোপোলের মালিকানা নিতে। | La scorsa settimana, l'Ucraina ha messo al bando il sindaco di Mosca Yuri Luzhkov, dopo che questi aveva auspicato che la Russia prendesse il controllo di Sebastopol, porto ucraino del Mar Nero. |
3 | এই ঘটনা ইউক্রেইন আর মস্কোর মিডিয়া আর ব্লগে বহুল আলোচিত হয়েছিল, এ নিয়ে কিছু ব্লগারের প্রতিক্রিয়া গ্লোবাল ভয়েসেসে আগে প্রকাশিত হয়েছে। | L'incidente diplomatico è stato molto seguito dai media e dai blog ucraini e russi. |
4 | নীচে এই বিষয়ে বালাকলাভায় থাকা একজন রুশ দেশীয় ব্লগারের একটি লেখা আছে। | Alcune delle reazioni si trovano in questo post precedente su Global Voices. |
5 | বালাকলাভা একটি ক্রিমিয়ান এলাকা যার সেভাস্তোপোল শহরের ডিস্ট্রিক্ট (অন্চল) হিসেবে পরিচিতি আছে। | Ecco di seguito un intervento apparso sul blog di un abitante di Balaklava, città della Crimea inclusa nel distretto di Sebastopol. |
6 | লুজকভের সেভাসতোপোল এর ব্যাপারে অবস্থানের সমর্থনে রাশিয়ান লেখক আলেক্জান্দার প্রোখানোভ এর বক্তব্যের প্রতিক্রিয়ায় লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী মিক্স হক রু পলিটিক্স এলজে কমিউনিটিতে বলেছেন: | In reazione a quanto aveva scritto un cittadino russo Aleksandr Prokhanov, intervenuto in difesa delle dichiarazioni di Luzhkov sullo status di Sebastopoli, l'utente mix_hawk ha così commentato [rus] nella comunità ru_politics di LiveJournal: |
7 | প্রোকানোভ [আরটিভিআই চ্যানেল এ] বলা শুরু করেছিলেন কিভাবে রাশিয়া বিদ্বেষী মনোভাব সেভাসতোপোলে অনুপ্রাণিত করা হয়, কিভাবে রাশিয়ান চলচিত্র প্রদর্শনে বাধা দেয়া হয়েছে, কিভাবে জোর করে ইউক্রেনাইজেশান হচ্ছে, ইত্যাদি। | [Prokhanov] ha cominciato a parlare [su RTVi Channel] degli atteggiamenti russo-fobici, che a Sebastopol sarebbero incoraggiati, della messa al bando dei film russi nei cinema ucraini all'implementazione di misure di ucrainizzazione. |
8 | আর তার পরে সে তার সমর্থন জানিয়েছে [লুজকোভকে] যেমন- যথেষ্ট, আমাদের যথেষ্ট হয়েছে, ক্রিমিয়ার ব্যাপার গুলো শক্ত ভাবে মোকাবেলা করতে হবে, কারন ওখানে আমাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। | Ha poi espresso il proprio sostegno a Luzhkov, come a dire che ne abbiamo avuto abbastanza, la questione della Crimea va risolta in maniera più spiccia e dura, perché lì abbiamo importanti interessi geopolitici. |
9 | এভাবেই তারপরে চলেছে। | Ecco come stanno le cose. |
10 | আমি এখন বালাকলাভায় থাকি আর সেভাসতোপোলে প্রায় যাই. | Ora vivo a Balaklava, ma capito spesso a Sebastopoli. |
11 | প্রায় বাড়িতে রাশিয়ান পতাকা দেখা যায়, বিলবোর্ড আর প্রচার পত্র রুশ ভাষায়, গাড়ি আর মানুষের হাতব্যাগে রাশিয়ান পতাকার রঙের ফিতা। | Vedo una bandiera russa ogni tre edifici, cartelloni e volantini in russo, i colori della bandiera russa sulle borse della spesa e sugli adesivi delle macchine. |
12 | আর এইসব লোককে কেউ মারছে না বা তাদের গাড়ির কাঁচ কেউ ভাঙছে না, কেউ প্রচার পত্র বা বিলবোর্ড ছিঁড়ে ফেলছে না। | E nessuno se la prende con questa gente, o ne spacca i finestrini delle automobili, nessuno tira giù manifesti o cartelloni. |
13 | আমরা মুক্ত ভাবে রুশ ভাষায় কথা বলছি আর কেউ আমাদের উপর রাগ করছে না যেভাবে এস্তোনিয়াতে ১৯৯০ সালে বা মলডোভাতে ১৯৯৩ সালে দেখা যেত। | Parliamo tranquillamente in russo, e nessuno ci importuna, come accadeva in Estonia nel '90, o in Moldavia nel '93. |
14 | রাশিয়া বিদ্বেষ তুমি কোথায়? | Ehi, sentimento russofobico, ci sei? |
15 | হ্যালো? | Batti un colpo! |
16 | চলচিত্রের ব্যাপারে - হ্যা, সেখানে একটা জিনিষ আছে, সব প্রচার ইউক্রেনিয়ান ভাষায় ভাষান্তর হতে হবে । কিন্তু আইনে বলা নেই ভাষান্তর কিভাবে হবে, আর বেশীর ভাগ রাশিয়ান চলচিত্র সাবটাইটেল দিয়ে দেখানো হয়। | Per quanto riguarda i film - sì, è vero, tutte le proiezioni devono essere doppiate in ucraino, ma la legge non specifica in quale forma, per cui la maggior parte dei film russi ha l'audio originale e i sottotitoli in russo. |
17 | আজকেই আমি [ব্যাটেলিয়নস আস্ক ফর ফায়ার] চলচ্চিত্র মূল ভাষায় দেখেছি, কেবল নীচে ছোট করে ইউক্রেনিয়ান ভাষায় সাবটাইটেল ছিল - হয়তো ভাষা শেখার একটা উপায়, তবে আমি বুঝতে পারছি না কিভাবে জোর করে ইউক্রেনাইজেশন করা যায়। | Proprio oggi ho visto Battalions Ask for Fire in originale con i sottotitoli - che tra l'altro è un ottimo modo per imparare la lingua ))) Non capisco affatto in quale modo si starebbe implementando questa cosiddetta ucrainizzazione. |
18 | এটা কি অফিসিয়াল নথি জমা দেয়ার ব্যাপারে রাষ্ট্রভাষা ব্যবহারের ব্যাপার? | È per i documenti ufficiali che devono essere pubblicati nella lingua di Stato? |
19 | কিন্তু তারা মস্কোতে কি আজেরি বা তাজিক ভাষায় নথি জমা দিতে দেয়? | Forse a Mosca vengono pubblicati documenti in azero, o tagico? |
20 | হ্যা, এটা ইউক্রেইন আর এখানের ভাষা ইউক্রেইনিয়ান। | Siamo in Ucraina, e la lingua ufficiale è l'ucraino! |
21 | আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, রাশিয়া ইউক্রেইনের বর্তমান সীমান্তের মধ্যে তার সীমান্তের অখণ্ডতা মেনে নিয়েছে। | Secondo i trattati internazionali, la Russia ha riconosciuto l'integrità territoriale ucraina nei confini attuali. |
22 | এটা ঠিক কি ভুল সেটা আলাদা ব্যাপার। | Che sia giusto o sbagliato, si tratta di un'altra questione. |
23 | আমি নিজে বিশ্বাস করি যে সেভাসতোপোল একটা আসল রাশিয়ান শহর, কিন্তু যা হয়েছে তা হয়েছে। | Personalmente sono convinto che Sebastopol sia davvero una città russa, ma ciò che è fatto è fatto. |
24 | এখন পরিস্থিতি পাল্টাতে যা দরকার তা ইউক্রেনের উপর পুতিনের আর ক্রিমিয়ার উপর লুজকোভের উক্তি না বরং আন্তরিক কূটনীতি দরকার উভয় পক্ষের জন্য ভালো এমন কোন সিদ্ধান্তে পৌঁছানো - এই একটা উপায়ে উভয় দেশের সরকার কোন। | Ciò di cui c'è bisogno, oggi, per cambiare le cose, non sono le dure affermazioni di Putin sull'Ucraina o di Luzkhov sulla Crimea, ma di un serio lavoro diplomatico, un compromesso che soddisfi entrambe le parti: è solo cosi che i due governi potranno accordarsi. |
25 | ঐক্যমতে পৌঁছাতে পারে । আর লুজকোভ যা করতে সমর্থ হয়েছে তা হল এই কূটনৈতিক প্রক্রিয়াকে খুব বেশী না হলে কয়েক বছরের জন্য পিছিয়ে দেয়া। | L'unica cosa che ha ottenuto Luzhkov con le sue dichiarazioni è stata quella di riportare le possibilità di risolvere la questione diplomaticamente indietro di alcuni anni, se non di molti. |
26 | এই লেখার উপর এলজে ব্যবহারকারী এরভিক্সের একটা মন্তব্য: | Così ha commentato [rus] al post precedente l'utente ervix su Live Journal: |
27 | সাধারণভাবে আপনার অবস্থান ঠিক আছে, আর আমি মনে হয় তার সাথে একমত। | In generale la tua opinione è corretta, e credo di poterti dare ragione. |
28 | তবে এখানে একটা কিন্তু আছে। | Tuttavia va aggiunto un “ma”. |
29 | লুজকোভ সেভাসতোপোল নিয়ে কথা বলছিল তাতে বসবাসকারীদের পক্ষে না, বরং রাশিয়ান ভোটারদেও জন্য । | Parlando di Sebastopol a quel modo, [Luzhkov] non si riferiva ai cittadini di Sebastopoli, bensì agli elettori russi. |
30 | ইউক্রেইনিয়ান রাজনিতিবিদরা রাশিয়ার অভ্যন্তরিন রাজনৈতিক জনসংযোগের খেলাতে প্রতিক্রিয়া দেখায়, আর তাদের প্রতিক্রিয়া এই সম্পর্কে আরও উত্তেজনার জোগান দেয় । | I politici ucraini reagiscono a dichiarazioni che fanno parte di un dibattito russo interno, e tali reazioni non fanno che aumentare la tensione nei rapporti fra i due Stati. |