Sentence alignment for gv-ben-20091220-7993.xml (html) - gv-ita-20091214-11315.xml (html)

#benita
1বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কারের জন্যে মনোনয়নAl via la competizione annuale ‘Best of the Blogs’ (BOBs)
2বেশীর যে কোন স্থানে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যে ব্লগিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সাথে তথ্যেরও উৎস হয়ে দাঁড়িয়েছে।Oltre a essere fonte d'informazione, il blogging ha incentivato in molte regioni del pianeta importanti cambiamenti sociali e politici.
3এখানে গ্লোবাল ভয়েসেসে, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ব্লগের মতামতকে তুলে ধরি বিশেষ করে প্রয়োজনীয় অনুবাদের মাধ্যমে।Qui su Global Voices curiamo e rilanciamo alcune di queste voci, oltre a tradurle in tante lingue diverse.
4এই ব্লগার সমাজের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্খার প্রাচুর্যকে তুলে ধরা।Uno degli obiettivi focali della comunità è quello di promuovere una ricchezza di visioni e aspirazioni.
5এই কারণেই আমরা বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) পুরস্কারকে সমর্থন করি।Ecco perchè sosteniamo iniziative come il concorso Best of the Blogs [in].
6গত সাতই ডিসেম্বর, জার্মানীর ডয়েশে ভেলে ৬ষ্ঠ আন্তর্জাতিক বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধন করে।Il 7 dicembre la Deutsche Welle [in] ha dato il via in Germania alla sesta competizione internazionale per premiare il miglior blog dell'anno: il BOBs [in].
7এবারে সাতটি ভাষার ব্লগকে মনোনীত করা যাবে।I blog candidati sono stati divisi nelle undici lingue che parteciperanno alla competizione.
8রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রি:পাবলিকা ২০১০ (জার্মান), টিভি৫ (ফরাসী), আল আরাবীয়া (আরবী), এবং অন্যান্য অনেক সংগঠনের সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন অফিশিয়াল পার্টনার হয়েছে এ বছর।Global Voices Online è uno dei partner ufficiali assieme a Reporters Without Borders [in], re:publica 2010 [ted], TV5 [fr], Al Arabiya [ar], e molti altri. Volete proporre un blog?
9যে কেউ এখানে ব্লগের মনোনয়ন জমা দিতে পারবেন এবং তার জন্যে দরকার প্রথমে ববস ব্লগোপিডিয়াতে তা খোঁজা। যদি সেই ব্লগ ডাটাবেজে না থাকে তবে তা এখানে জমা দিতে হবে।Prima cercate nella relativa blogopedia [in] e se non compare in elenco, allora va aggiunto [in] al database della competizione.
10জুরীরা ব্লগগুলোর চুড়ান্ত মনোনয়ন দেবেন। এই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে ১৫ই মার্চ ২০১০ থেকে ১৪ই এপ্রিল ২০১০ পর্যন্ত পাঠকদের ভোটের মাধ্যমে এবং জুরীদের ভোটের সমন্বয়ে।Dal 15 Marzo al 14 Aprile la giuria [in] selezionerà un gruppo di finalisti tra cui verranno scelti i vincitori tramite la combinazione dei voti online e delle preferenze dei giurati.
11আগামী ১৫ই এপ্রিল ২০১০ সেরা ব্লগগুলোকে বার্লিনের রি:পাবলিকা ইন্টারনেট কনফারেন্সে ঘোষণা করা হবে।Il 15 Aprile, in occasone della Conferenza Re:Publica Internet a Berlino [ted], verranno annunciati i nomi dei blog e podcast vincitori.
12২০১০ সালের জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য ডয়েশে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।La cerimonia di premiazione si svolgerà presso il Global Media Forum della Deutsche Welle il prossimo Giugno 2010 a Bonn.
13ব্লগারদের জন্যে ববস আরও বেশী পরিমাণ পাঠক আকর্ষণ করার একটি মাধ্যম, এবং সবচেয়ে সেরা প্রমাণ করার একটি সুযোগ।I BOBs offrono ai blogger l'opportunità di essere conosciuti da un ampio numero di lettori e di essere considerati tra i migliori blogger della Rete.
14এ পর্যন্ত ব্লগপিডিয়া ডাটাবেজে ১৫,৫৫৮টি নিবন্ধিত ব্লগ রয়েছে:Finora nella blogopedia [in] sono registrati 15.901 blog:
15আমাদের ব্লগোপিডিয়া, ব্লগ, ভিডিওব্লগ এবং পডকাস্টের একটি আন্তর্জাতিক অনলাইন ক্যাটালগ।La blogopedia è il nostro catalogo internazionale online di weblog, podcast e videoblog.
16খুঁজে পেতে সুবিধার জন্যে প্রতিটি ব্লগ ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হয়েছে দেশ, ভাষা ইত্যাদি বিভিন্ন ভাগ করে।Ogni blog è entrato a far parte del database secondo diversi criteri di selezione che vanno dal soggetto trattato alla nazione d'origine fino alla lingua.
17আপনার ব্রাজিলের সঙ্গীত পডকাস্ট দরকার? বা চীনের রসনা সংক্রান্ত ব্লগ?Stai cercando musica brasiliana in podcast o blog di cucina in Cina?
18কোন অসুবিধা নেই।Nessun problema!
19আমাদের সার্চ ফিচারে শুধু কিওয়ার্ডটুকু দেবেন অথবা ট্যাগক্লাউড থেকে আকাঙ্খিত ক্যাটেগরীটি খুঁজে বের করুন।Devi solo digitare le parole chiave nel motore di ricerca oppure navigare tra le categorie o la tagcloud.
20এরপর নিবন্ধিত হাজারো ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ থেকে আপনার কাঙ্খিত ব্লগটি খুঁজে বের করুন।Non resta che unirti alle altre migliaia di blogger inclusi nella Blogopedia con i propri blog, podcast e videoblog.
21এ বছরের প্রতিযোগীতায় পরিবেশ পরিবর্তনকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এ জন্যে বিশেষ একটি ক্যাটেগরী থাকছে যার মাধ্যমে এই বিষয় নিয়ে যে সমস্ত ব্লগ ও পডকাস্ট কথা বলছে তাদের সম্মানিত করা যায়।Il tema sotto ai riflettori di quest'anno è la discussione sul cambiamento climatico, perciò è previsto un premio speciale per questa categoria [in] di blog e podcast che animeranno il dibattito.
22এ ছাড়াও এবার ববস প্রতিযোগীতায় বাংলা ভাষার ব্লগকে যুক্ত করা হয়েছে।Novità tra le lingue in gara è il Bengalese (Bangla).
23আমরা ২০১০ সালের ববস পুরস্কারের বিজয়ী কারা হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।Stiamo tutti aspettando di scoprire i nomi dei vincitori dei BOBs Award 2010.
24দেরী না করে আপনার পছন্দসই ব্লগটিকে মনোনীত করে আসুন।Cosa aspetti, vai e nomina [in] i tuoi favoriti!