# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: গাজায় সোয়াইন ফ্লুর আগমন | Palestina: l'influenza suina arriva anche a Gaza, suscitando una varietà di reazioni… |
2 | আশেপাশের অন্য অনেক এলাকার চেয়ে অনেক দেরিতে এইচ১এন১ নামক ভাইরাস জ্বর গাজায় প্রবেশ করল। বাস্তবতা হচ্ছে ইজরায়েল ও মিশর এই এলাকা অবরোধ করে রেখেছে। | Il virus dell'influenza H1N1 [it] ha raggiunto la Striscia di Gaza molto più tardi rispetto ad altri Paesi, fatto attribuito al blocco [in] imposto sulla popolazione sia da Israele sia dall'Egitto. |
3 | গাজায় এ মাসের শুরুতে এইচ১এন১ রোগে প্রথম কারো মৃত্যুর খবর প্রকাশ করা হয়। | Il primo decesso a causa dell'H1N1 è stato reso noto all'inizio di dicembre. |
4 | এই পোস্টে গাজার ব্লগাররা এই এলাকার জনগণের সোয়াইন ফ্লু নিয়ে ভয় এবং প্রতিক্রিয়া তুলে ধরছে-এবং যে সমস্ত জিনিষপত্র এই রোগ প্রতিরোধ করতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে, সেগুলোর হুহু করে বিক্রি হবার ঘটনাকে তুলে ধরছে। | In questo post i blogger di Gaza parlano dei timori e delle reazioni della popolazione riguardo l'influenza suina - e delle vendite a prezzi astronomici della spezia che si crede la prevenga. |
5 | সাব্বাহ রিপোর্ট-এ ওমার ঘারাইব লিখেছেন: | Omar Ghraieb scrive su Sabbah Report [in]: |
6 | যখন সোয়াইন ফ্লু (এইচ১এন১ ভাইরাস) নামে পরিচিত মহামারী বিশ্বের বেশীরভাগ অংশে ছড়িয়ে পড়েছিল, তখন গাজার নাগরিকরা বিশ্বাস করেছিল, তারা হয়ত এই রোগের আক্রমণ থেকে নিজেদের নিরাপদ রাখতে পেরেছে। | |
7 | তাদের এই নিশ্চিত বিশ্বাসের ইতি ঘটে ৬ই ডিসেম্বর। সে সময় গাজায় প্রথম এক ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা। | Seguendo la pandemia globale conosciuta come influenza suina (H1N1) in molte parti del mondo, gli abitanti di Gaza hanno iniziato a credere di poter essere immuni al contagio. |
8 | এই ঘটনার ফলে এখানকার লোকজন মাত্রাতিরিক্ত ভয়ের সাথে এক ধাক্কা খাওয়ার মত অনুভূতিতে আক্রান্ত হয়ে পড়ে। | Tale sensazione di sicurezza è finito il 6 dicembre, quando si è avuto il primo decesso da influenza suina a Gaza. |
9 | এই মৃত্যু তাদের তীব্রভাবে আঘাত করেছে, কারণ এই সময় বিশ্বের অন্য সব এলাকায় এই ভাইরাস নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না, এবং সে সমস্ত এলাকায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা ক্রমশ কমে আসছে। | La gente qui è stata sopraffatta da sentimenti di paura mista a shock. Questa morte li ha colpiti duramente perché ancora non si parlava molto del virus, come invece accadeva in altre parti del mondo, e il numero dei decessi era in diminuzione. |
10 | […] ডিসেম্বরের ছয় তারিখে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তির মৃত্যুর ঘোষণার পর গাজায় খারাপ সংবাদ যেন নোংরা নর্দমার স্রোতের মত প্রবাহিত হতে শুরু করে। | |
11 | সন্দেহজনক নতুন নতুন ব্যক্তির সোয়াইন ফ্লুতে আক্রান্ত হবার সংবাদ সবাইকে আতঙ্কিত করে তুলতে শুরু করে। | […] Dopo l'annuncio della prima morte, il 6 dicembre, le cattive notizie hanno iniziato a scorrere come l'acqua sporca nei canali. |
12 | যদিও নিশ্চিত করা সম্ভব হয় নি, তবে গুজব রয়েছে যে বিশাল সংখ্যক ফিলিস্তিনি নাগরিক ইজরায়েলে সোয়াইন ফ্লুর চিকিৎসা নেবার সময় মৃত্যুবরণ করেছে। | Con i nuovi casi di sospetta infezione da influenza suina è cominciata l'orrenda diceria, seppur non confermata, che molti palestinesi morivano dopo aver ricevuto le cure in Israele. |
13 | সে বলেই চলেছে: | E prosegue: |
14 | গাজা এখন এক ঝুঁকিতে রয়েছে, কারণ হাজীরা হজ শেষে মক্কা থেকে ফিরে আসতে শুরু করেছে। হজের মৌসুমে বিভিন্ন দেশের হজযাত্রীরা মক্কায় হজ করতে যায়। | Gaza è a rischio a causa dei pellegrini di ritorno dalla Mecca, dove i Musulmani di tutto il mondo si recano per concludere i rituali del pellegrinaggio e possono aver contratto il virus. |
15 | সে সময় তারা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হতে পারে। এ ছাড়াও অনেক বিদেশী গাজায় প্রবেশ করে। | Inoltre, sono molti gli stranieri che arrivano a Gaza sia per lavorare in una delle innumerevoli ONG sia per offrire sostegno. |
16 | তারা হয় সেখানকার অজস্র বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করতে আসে, নতুবা গাজার লোকদের প্রতি সমর্থন প্রকাশের জন্য গাজায় প্রবেশ করে। | |
17 | লিনা আল শরিফ তার ৩৬০ কেএম২ অফ কেওয়াস ব্লগে লিখেছেন: | Su 360 km2 of Chaos Lina Al Sharif scrive [in]: |
18 | সারা বিশ্বের অনেক স্থানে ছড়িয়ে পড়ার কয়েক মাস পরে যখন এই ফ্লু আমাদের এই এলাকায় প্রবেশ করল, তখন আমি আবিষ্কার করলাম এখানকার লোকজন এই ব্যাপারে প্রচণ্ড সচেতন। | Appena l'influenza ci ha raggiunti, dopo mesi dall'inizio dell'epidemia in molte parti del mondo, ho scoperto che la gente ha un elevato livello consapevolezza. |
19 | আজ আমি হালকা খাবার কেনার জন্য স্থানীয় এক মুদি দোকানে গেলাম। | Oggi volevo mangiare un boccone e sono andata in una drogheria lì vicino. |
20 | আমি বিস্মিত হয়ে আবিষ্কার করলাম দোকানের মালিক এইচ১এন১ রোগের লক্ষণ সমূহ ও তার প্রতিরোধের উপায় নিয়ে ছাপানো এক কাগজ আমার হাতে ধরিয়ে দিল। | Sono rimasta sorpresa perché i proprietari avevano stampato dei volantini sui sintomi della H1N1 e sulle misure di protezione. |
21 | এখানে এক ধরনের উদ্বিগ্নতা দেখা দিয়েছে; যখন খুব সাধারণ নিয়মিত রোগ সমূহ এখানে দেখা দেয় তখন দেখা যায় গাজায় তার জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা থাকে না। | C'è un sensazione di panico; a Gaza mancano adeguate cure mediche anche quando si parla di medicine basilari per trattare le malattie più comuni, perciò si teme un'epidemia. |
22 | কাজেই যে কোন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ভয় থেকে যায়। | |
23 | আমি এক ডাক্তারকে বলতে শুনেছি যে, তার অনেক রোগী সাধারণ জ্বরের লক্ষণ নিয়ে চলাফেরা করে, হয়তো তাদের সোয়াইন ফ্লু হয়েছিল। | Ho sentito un dottore dire che a molte persone è stata diagnosticata una normale influenza, sebbene potenzialmente avessero l'influenza suina. |
24 | এক নতুন প্রকাশ ভঙ্গি ব্যবহার করা হচ্ছে: | Una nuova espressione è diventata d'uso comune: |
25 | যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করল যে এইচ১এন১ গাজায় প্রবেশ করেছে, তখন যে কেউ হাঁচি বা কাশি দিলে সবার মনে সন্দেহ দেখা দেয়, যে সে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। | |
26 | অনেকে “এইচ১এন১ পজেটিভ” নামে এক ধরনের প্রকাশ ভঙ্গি তৈরি করেছে, যার ব্যাখ্যা হচ্ছে “আপনার সোয়াইন ফ্লূ হয়েছে”। | Da quando il dipartimento della salute ha annunciato la presenza dell'influenza H1N1 a Gaza, la gente sospetta che chiunque tossisca o starnutisca sia stato “suinato”. |
27 | এই প্রকাশ ভঙ্গির-এর চেয়ে ভালো অনুবাদ করা আমার পক্ষে সম্ভব নয়। | Molti hanno inventato questa espressione per dire “positivo all'H1N1″, cioè “essere suinato”. |
28 | গাজায় বিশ্বাস করা হয় যে স্টার এনাইস নামক মশলা (অনেকটা মৌরির মত) সোয়াইন ফ্লু প্রতিরোধ করে। | Questa è la traduzione migliore che mi sia venuta in mente. |
29 | [অনেকে স্টার এনাইসকে মৌরি বা এনাইসের সাথে গুলিয়ে ফেলে, আরবী ভাষায় এই মশলার নাম ইয়ানসুন, এর ফল দেখতে অনেকটা তারার মত, বীজ মশলা হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত উষ্ণ পানীয়তে এই মশলা ব্যবহার করা হয়]: | La spezia anice stellato [in] viene considerata un metodo di prevenzione dell'influenza suina [in] (sebbene sembri che l'anice stellato venga confusa [in] con l'anice generico [it] - yansoon in arabo - comunemente usato per preparare l'omonima bevanda calda [in]): |
30 | অবশেষে, যখন এই রোগের ঘোষণা এল, তখন লোকজন স্টার এনাইস বা মৌরি নামক মশলা কেনার জন্য উন্মাদের মত হুমড়ি খেয়ে পড়ছে। | Infine, dal momento dell'annuncio, la gente smania per procurarsi dell'anice, poiché è vitale per curare e proteggere dall'influenza. |
31 | কারণ এটি নাকি সোয়াইন ফ্লু রোগের উপশম করে এবং প্রতিরোধ করে। | E sicuramente molti commercianti stanno approfittando della situazione; i prezzi dell'anice sono aumentati vertiginosamente come mai prima d'ora. |
32 | নিশ্চিত করে বলা যায় অনেক খুচরা বিক্রেতা এই পরিস্থিতির সুযোগ নিয়েছে। | […] Inoltre, anche le vendite del sapone speciale per le mani, meglio conosciuto come “Hygeen”, sono cresciute in maniera esponenziale. |
33 | এনাইস বা মৌরির এর দাম এর আগে কখনো এতটা বৃদ্ধি পায় নি।[ | Anche l'aglio spagnolo è assai popolare, secondo Omar Ghraieb [in]: |
34 | …] এছাড়াও হাত “জীবাণুমুক্তকরণ” উপাদানের দামও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ওমার ঘারাইব-এর সূত্রমতে সোয়াইন ফ্লু রোগের ক্ষেত্রে স্প্যানিশ রসুনের ব্যবহারও বেশ জনপ্রিয়: | La gente qui si è fatta prendere dal panico tra la marea di informazioni su come prevenire il diffondersi del virus della H1N1 - come combatterlo e come annientarlo. |
35 | লোকজন এখানে উদ্বিগ্ন হতে শুরু করেছে এবং তারা কি ভাবে এইচ১এন১ ভাইরাসে প্রাদুর্ভাব দুর করা যায় সে সম্বন্ধে তথ্য অনুসন্ধান করা শুরু করেছে। | I commercianti si sono intromessi per fornire contributi sugli strumenti di prevenzione, ma in realtà hanno tratto beneficio dal panico e dall'ignoranza - dalla generalizzata mancanza di informazione sul virus. |
36 | তারা বের করার চেষ্টা করছে কি ভাবে এর বিরুদ্ধে লড়াই করা যায় এবং একে খতম করা যায়। | Gli abitanti di Gaza si sono visti offrire vari rimedi come l'anice e l'aglio spagnolo. |
37 | ব্যবসায়ীরা এই ভাইরাস প্রতিরোধক উপাদান সরবরাহ করছে, তবে তারা প্রকৃতপক্ষে এই আতঙ্ক এবং এই রোগ সম্বন্ধে যে সাধারণ অজ্ঞতা, তার বাণিজ্যিক ফায়দা লুটছে। | |
38 | গাজাবাসীদের এই রোগ প্রতিরোধে বেশ কিছু টোটকা প্রদান করা হচ্ছে, তার মধ্য মৌরি ও স্প্যানিশ রসুন অন্যতম। | |
39 | এই সংবাদ ছড়িয়ে পড়ার কয়েকদিনের মধ্যে মাত্রাতিরিক্ত চাহিদার কারণে গাজা থেকে মৌরি উধাও হয়ে যায়। | In pochi giorni, l'anice è sparito da Gaza per l'elevata domanda. |
40 | এদিকে গাজার ওষুধের দোকানগুলো “এইচ১এন১-এর শক্তিশালী প্রতিষেধক হিসেবে স্প্যানিশ রসুন ব্যবহারের পরামর্শ প্রদান করছে”। এদিকে আতঙ্ক এবং অজ্ঞতা পাশাপাশি চলছে। | Con le farmacie qui che promuovono l'aglio spagnolo come “il più potente strumento di prevenzione della H1N1″, il panico e l'ignoranza continuano. |
41 | অলা আনান তার ব্লগ ফ্রম গাজায় লিখেছে: | Ola Anan scrive sul proprio blog From Gaza [ar]: |
42 | যখন মৌরি এই ঘটনার সাথে যুক্ত হয়, তখন বিষয়টি সত্যি হাস্যকর হয়ে দাঁড়ায়। | Poi è arrivata la favola dell'anice; questa è proprio da ridere. |
43 | সকলে এটা বলছে যে-আমরা সত্যিই এ ধরনের ঘটনার কথা শুনেছি-মৌরি, সোয়াইন ফ্লু প্রতিরোধ করে… যখনই এই সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে, তার দুদিনের মাথায় মৌরির দাম বেড়ে যায় এবং পরে তা কয়েকগুণ বেড়ে আতঙ্ক ধরানোর মত এক দামে এসে থামে। উদাহরণ হিসেবে বলা যায়… এক কিলো মৌরির দাম ছিল ১২ শেকেল (শেকেল- ফিলিস্তিনি মুদ্রা, ১২ শেকেল =৩ মার্কিন ডলার বা ২১০ টাকা প্রায়) সেটি বেড়ে দাঁড়ায় ২০০ শেকেল -এ (৫২. | Tutti hanno iniziato a dire - l'abbiamo sentito con le nostre orecchie - che l'anice ti fa guarire dall'influenza …Appena la notizia ha iniziato a diffondersi, in due giorni il prezzo dell'anice è aumentato e si è moltiplicato ad un livello spaventoso, non t'immagini neppure…Per esempio, un chilo costava 12 shekel (3 dollari Usa)…poi ha raggiunto i 200 (52,5 dollari) e poi 260 shekel (68,5 dollari) al kilo in soli due giorni! |
44 | ৫ মার্কিন ডলার বা ৩৬০০ টাকা প্রায়) এবং এই ঘটনার দুই দিনের মাথায় প্রতি কিলো মৌরির দাম বেড়ে দাঁড়ায় ২৬০ শেকেল (৬৮. | |
45 | ৫ মার্কিন ডলার বা ৪৭০০ টাকা প্রায়)! | |
46 | এবং মুখোশের কথা ভুলো না: | E non dimentichiamoci le mascherine: |
47 | দ্বিতীয় যে বিষয়টি এখন উন্মাদনায় পরিণত হয়েছে তা হল মুখে মাস্ক বা মুখোশ পরা…। স্কুলে এখন কিশোর কিশোরীদের সকলকে মুখোশ পরা অবস্থায় পাওয়া যাচ্ছে… একই সাথে দেখা যাবে শিশুরা বাসা থেকে তোয়ালে ও সাবান নিয়ে এসেছে এবং প্রায়শ:ই তারা তাদের হাত ধুতে চলে যাচ্ছে…। | La seconda cosa che è diventata di moda è indossare le mascherine…nelle scuole ora si vedono i bambini piccoli, tutti indossano una mascherina, e per loro è un gioco…E al contempo ci sono bambini che portano il sapone e l'asciugamano da casa, e ad intervalli regolari vanno a lavarsi le mani… |