# | ben | ita |
---|
1 | পুয়োর্টো রিকো: একদিনের ছবিতে জীবন | Porto Rico: la vita in una foto al giorno |
2 | শিল্পী এবং পরিচালক জোসে মার্তি (@জোসে_মার্তি) বিগত দুই বছর ধরে, তার ” ফটোস ডে হোয়ে” ( আজকের দিনের ছবি) নামক প্রকল্পের আওতায় প্রতিদিন একটি করে ছবি তুলেছে। | Nel corso degli ultimi due anni l'artista e produttore Jose Marti (@Jose_Marti[es]) ha scattato una foto al giorno per il progetto online “Fotos de Hoy” [es]. |
3 | তিনি ব্যাখ্যা করেন: | L'artista spiega: |
4 | এগুলো খুব সাধারণভাবে তোলা ছবি। যেখানে আমি নিজে ছবির বিষয় খুঁজে বের করার বদলে ছবির বিষয়গুলো আমাকে খুঁজে বের করেছে এবং এখানে এসব ছবি হয়ত শহরের, আমার ঘরের অথবা যে কোন বিষয়ের উপর তোলা, যে সমস্ত বিষয় আমাকে খুঁজে বের করেছে, কারণ সে বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মূহুর্তকে প্রকাশ করা, যেখানে আমি অবস্থান করছি, আমি যা করছি, ইত্যাদি…। | Per la maggior parte sono foto casuali, dove non sono io ad andare alla ricerca della foto, ma dove la foto trova me e possono essere foto della città, di casa mia, o di qualsiasi posto in cui mi trovi, perché ciò che è veramente importante è esprimere qualcosa che riguarda il momento, dove sono, cosa sto facendo, e così via. |
5 | এই উপাদানটি হচ্ছে তা, যা আমাকে সবসময় “আজকের দিনের ছবি” প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। সপ্তাহের বাছাই করা এবং বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার ছবি দেখতে পাবেন, যা অনলাইনে সহজলভ্য। | Questo è l'elemento che mi ha fatto costantemente pubblicare immagini su “Foto di Oggi”, poter riassumere visivamente le settimane e le diverse esperienze in una raccolta accessibile online. |
6 | সান জুয়ানের উপনিবেশিক সময়ের রাজধানী সান জুয়ানের উপর তার তোলা কিছু ছবি আমি নির্বাচিত করেছি। | Ho selezionato alcune immagini della Vecchia San Juan, la zona della capitale caratterizzata dai vecchi edifici coloniali. |
7 | ( সকল ছবি তাঁর অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে)। | (Tutte le foto sono ripubblicate col permesso dell'autore). |
8 | ফোটস ডে হোয়/a> নামক সাইটে গিয়ে আপনি তাঁর প্রতিদিনের জীবনের উপর তোলা ছবিগুলো দেখতে পারেন। | Il diario visuale quotidiano viene aggiornato direttamente su Fotos de Hoy [es]. |
9 | শহরের নিজের দৃষ্টি | Città con vista. |
10 | সান জোসে চার্চ। | Chiesa di San José. |
11 | জানালা। | La finestra. |
12 | এল এসকাম্ব্রোন নামক সমুদ্রতট। | Spiaggia El Escambrón. |
13 | এল মোররো দূর্গ। | Forte El Morro. |
14 | Bar El Batey. | Bar El Batey. |
15 | লুনা নামক সড়ক। | Via Luna. |