# | ben | ita |
---|
1 | মায়ানমার: রাষ্ট্রপতি বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল করেছে | Myanmar: il Governo sospende progetto per diga idroelettrica |
2 | মায়ানমার সরকার দেশটির উত্তরে ইরাবতী নদীর উপর বিতর্কিত যে জলবিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে বাঁধ নির্মানের পরিকল্পনা করেছিল তা বাতিল করেছে। | Il controverso progetto per la costruzione di una diga idroelettrica sul fiume Ayeyarwaddy, nel nord del Myanmar, è stato sospeso dal Governo. |
3 | রাষ্ট্রপতি থিয়েন সিয়েন সংসদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের জানাচ্ছেন যে জন স্বার্থে এ বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল ঘোষণা করা হল। | Il Presidente Thein Sein ha inviato una lettera [en] al Parlamento con cui si comunica che il progetto della diga verrà sospeso per ragioni di interesse pubblico. |
4 | চীন মায়ানমারে যে সকল কাঠামোগত বিনিয়োগ করেছে, এই প্রকল্প তার মধ্যে অন্যতম। | Il progetto faceva parte degli investimenti cinesi per le infrastrutture in Myanmar. |
5 | এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনে রপ্তানী করার পরিকল্পনা করা হয়েছিল। | Lo scopo era di esportare in Cina l'energia prodotta da questo impianto. |
6 | গত মাসে, বিদ্যুৎ মন্ত্রী জাও মিন সাংবাদিকদের বলেছিলেন যে, এই বাঁধের ব্যাপারে কয়েকটি দলের আশঙ্কা বৃদ্ধি সত্ত্বেও সরকার এই প্রকল্প বাতিল করবে না। | Lo scorso mese, il ministro dell'Energia Elettrica Zaw Min aveva riferito ai giornalisti che il Governo non avrebbe sospeso il progetto nonostante le obiezioni mosse da alcuni gruppi. |
7 | কিন্তু গত কয়েকমাস ধরে গণ মানুষের কিছু কার্যক্রম যেমন দরখাস্তে স্বাক্ষর করা, বাঁধ নির্মাণ বন্ধের ব্যাপারে সরকারে কাছে আবেদন জানানোর জন্য কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। | |
8 | এমনকি এ ক্ষেত্রে জনতার সাথে কণ্ঠ মিলিয়েছিল প্রচার মাধ্যমসমূহ, যার মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, যারা রাষ্ট্রপতিকে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানান। মায়ানমারের ইরাবতী নদী। | Ma alcune iniziative pubbliche, come la firma di petizioni, i workshop e le conferenze comunitarie, hanno obbligato il governo a bloccare la costruzione della diga, che si era intensificata negli ultimi giorni. |
9 | ছবি ফ্লিকার-এর ডামিয়েনএইচআর-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। সিসি লাইসেন্স এট্রিবিউশন-শেয়ারএলাইক২. | Anche le compagnie dei media e alcune famose personalità hanno dato eco alle ragioni della popolazione che chiedeva al Presidente di cancellare il programma. |
10 | ০ জেনেরিক (সিসি বাই-এসএ ২. ০)-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | In Myanmar, gli utenti della Rete hanno espresso il loro sostegno alla decisione del Governo. |
11 | সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের নেট নাগরিকরা তার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। হেইনহেলইয়ান৫২৮, মায়ানমারের অন্যতম প্রচার মাধ্যম ইলেভেন মিডিয়া গ্রুপে মন্তব্য করেছে: | Sulle pagine di Eleven Media Group, una nota agenzia locale, l'utente HeinHlyan528 ha commentato [my, come tutti gli altri link, eccetto ove diversamente specificato]: |
12 | এই বাঁধ প্রকল্প বন্ধ করার জন্য সবার আগে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই। | Innanzitutto, vorrei ringraziare il Presidente che ha posticipato il progetto della diga. |
13 | যারা মায়ানমারের বিষয়ে আগ্রহী তারা জানবে যে, এখানে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। | Chiunque si interessi alle vicende del Myanmar può comprendere come sia stato difficile prendere una decisione simile. |
14 | চীনের দীর্ঘ সময়ের বিদ্যুৎ- চাহিদার উপর প্রভাব পড়া, এবং ইতোমধ্যে চীনের সাথে স্বাক্ষরিত যে আইনী চুক্তি তা ভঙ্গ করার মত বাস্তবতা সত্বেও, যে চীনের দ্বারা এই দেশ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘে সুরক্ষিত, সে দেশের স্বার্থের বদলে দেশের জনতার চাওয়াকে পুরণ করার মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতি আপনাকে অন্তরিক ভাবে থেকে ধন্যবাদ জানাচ্ছি। | Ringrazio di cuore il Presidente per aver preso una così coraggiosa decisione venendo incontro al volere della popolazione e nonostante il suo impatto a lungo termine sui fabbisogni energetici della Cina, la quale protegge il Myanmar nel Consiglio di Sicurezza dell'ONU. [E nonostante] le ripercussioni a livello legale per aver violato il contratto che era già stato firmato. |
15 | এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। | È stato un atto di portata storica. |
16 | মায়ানমারের একজন নাগরিক হিসেবে আমি জানতে আগ্রহী যে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীনের প্রতিক্রিয়া এই বিষয়ে কি হবে। | Io, come cittadino del Myanmar, vorrei sapere come la nostra cara Cina risponderà a questa azione. |
17 | আরেকজন মন্তব্যকারী বেবীমিলো, উল্লেখ করেছে: | Un altro utente, babymilo, commenta: |
18 | বন্ধ করা থেকে ধ্বংস করা পর্যন্ত, আমাদের একসাথে শোভাযাত্রা চালিয়ে যেতে থাকা উচিত। | [Nel percorso che va] dal rinvio alla demolizione, dobbiamo ancora marciare insieme |
19 | ইলেভেন মিডিয়া জনতার প্রতিক্রিয়া একত্রিত করেছে। | Eleven Media ha raccolto le reazioni del pubblico. |
20 | মিয়িৎকিনার এক ৬০ বছরের বৃদ্ধা এই প্রকল্প বাতিল করার বিষয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। | Una signora di 60 anni di Myitkyina ha espresso il suo sollievo riguardo la cancellazione del progetto: |
21 | আসলেই কি সরকার এই প্রকল্প বাতিল করেছে? | Davvero il governo l'ha rinviato? |
22 | এতে আমি দারুণ আনন্দিত। | Sono così felice. |
23 | এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে এই প্রকল্প নিয়ে আমি কতটা শঙ্কিত ছিলাম। | Non è necessario spiegare come fossi preoccupata riguardo la costruzione della diga. |
24 | কেবল আমি নয়, সারা শহর উদ্বিগ্ন ছিল। | Non solo io, ma tutta la città, tutto il Paese. |
25 | এই বাঁধ এখানকার প্রকৃতিকে ধ্বংস করে দেব। | Quel programma avrebbe distrutto la natura. |
26 | সকলেই বিপদে পড়ব। | Tutti ne avremmo subito le conseguenze negative. |
27 | এই সংবাদ শোনার পর আমি দারুণ আনন্দিত। | Sono così felice per questa notizia. |
28 | এদিকে মায়ানমারের আরেকটি জনপ্রিয় সংবাদপত্র ভয়েস উইকলির ফেসবুকের পাতায় নাইয়োপিপল এই মন্তব্য পোস্ট করেছে | Il fiume Ayeyarwaddy, Myanmar. Foto di DamienHR, ripresa da Flickr con licenza CC Attribution-ShareAlike 2.0 Generic (CC BY-SA 2.0) |
29 | দারুণ!!!! | Evviva!!!! |
30 | এটা হচ্ছে ডিএএসএসকে, বার্মার নাগরিক, আদিবাসী জনতা এবং বর্তমান সরকারের মধ্যে সফলতার সাথে আত্মবিশ্বাস নির্মাণের শুরুর এক প্রক্রিয়া। !! | Questo è l'inizio di un processo che porterà alla costruzione di un rapporto di fiducia tra DASSK, i cittadini birmani, i gruppi etnici e il presente governo. |
31 | তবে দেশটির সকল নাগরিক বিশ্বাস করে না যে বাঁধের প্রকল্প বাতিল করা, দেশটির ক্ষেত্রে পরিবর্তনের এক চিহ্ন। | Ma non tutti i cittadini credono al fatto che la sospensione della costruzione della diga sia il segno di un cambiamento nel Paese. |
32 | ইরাওয়াদ্দি সংবাদ ব্লগে ছদ্মনামের এক ব্লগার এই মন্তব্য করেছে | Un utente anonimo ha pubblicato questo commento sul blog di Irrawaddy News: |
33 | এখন তারা যথারীতি নিজেদের জনতার সরকার বলে ঘোষণা দিতে পারে, কিন্তু তারা বিষয়টি উল্লেখ করত না , যদি তা ভালোর জন্য স্থগিত করা হত। | Ora possono autoproclamarsi come Governo del popolo. Ma [i membri del governo] non hanno chiarito se la costruzione sia stata bloccata per sempre. |
34 | তারা এর মধ্যে থেকে ফায়দা তুলে নেবে। | Ne trarranno comunque profitto. |
35 | এমনকি, যদি তারা তা না করতে পারে, তাহলে তারা আর মাত্র পাঁচ বছর অপেক্ষা করবে। | Anche se non potrebbero, dovranno aspettare solo cinque anni. |
36 | এটা বলা যায় যাবে না যে, এটা জনতার ভালোর জন্য করা হয়েছে, এটাও বলা যাবে না যে, মায়ানমারের পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। | Non è possibile sostenere che sia stato fatto per la gente. Non si può dire nemmeno che la situazione in Myanmar sia cambiata. |
37 | টিন্ট কীওয়াক নাইং-ও এই ঘটনায় এত আগে উদযাপন করার বিষয়ে সতর্ক: | Anche Tint Kyaw Naing mette in guardia dal cantare vittoria troppo presto: |
38 | এর মানে কি এই, যদি গণতান্ত্রিক সরকারের অধীনে তা চলতে না পারে [বাঁধ নির্মাণের বিষয়টি] , তাহলে কি তা ভবিষ্যতে সামরিক সরকারের অধীনে প্রয়োগ করা হবে? | Questo significa che se non fosse proseguito sotto un regime democratico, sarebbe stato portato a termine sotto il governo militare in futuro? |
39 | যদি তাই হয়, তা হলে তা চলতেই থাকবে! | Se è così, [il progetto] deve continuare! |
40 | ইরাবতী সংবাদপত্রও উল্লেখ করেছে বিশ্বের গণতন্ত্রের প্রতীক অং সান সুচি, মন্ত্রী অং কি এর সাথে এক আলোচনার সময় রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। | Irrawaddy News [en] ha anche accennato al fatto che l'icona globale della democrazia Aung San Suu Kyi ha accolto favorevolmente la decisione del Presidente durante un incontro con il Ministro Aung Kyi. |