# | ben | ita |
---|
1 | মরোক্কো: ব্লগিং সম্বন্ধে ব্লগ করা | Marocco: concorsi per blogger che scrivono sul… blogging |
2 | মরোক্কোর নাগরিকরাও যথারীতি ব্লগ করেন, তবে এবার তারা কেবল ব্লগিং নিয়ে ব্লগ করেছে। | I blogger marocchini, come al solito, vanno avanti con i propri blog, solo che stavolta scrivono riguardo…il blogging! |
3 | ব্লগ নিয়ে এ বছর মরোক্কোয় দু'টি প্রতিযোগিতার কথা ব্লগস্ফেয়ারে ঘোষণা করা হয়েছে। | |
4 | তৃতীয় বার্ষিক মারক ব্লগ পুরস্কার প্রতিযোগিতা (থার্ড এনুয়াল মারক ব্লগ এ্যাওয়ার্ড), এটি সাম্প্রতিক বছরগুলোতে প্রচার মাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে এবং একই সাথে একেবার নতুন প্রতিযোগিতা ‘মরোক্কোর সেরা ব্লগ পুরস্কার' (বেস্ট অফ মরোক্কো ব্লগ এ্যাওয়ার্ড অথবা বম্বিজ)। | Quest'anno vengono assegnati due premi nella blogosfera: la terza edizione annuale del Maroc Blog Awards [in], che negli ultimi anni ha ottenuto notevole attenzione tra i media, e il nuovissimo Best of Morocco Blog Awards [in] (BOMBies, in breve). |
5 | এ বছর ‘মরোক্কোর সেরা ব্লগ পুরস্কার' নির্বাচনের ক্ষেত্রে ভোট প্রদান শুরু হয়েছে এবং সামনের সপ্তাহ পর্যন্ত ভোট প্রদান করা যাবে, ২১ জানুয়ারি, ২০১০-পর্যন্ত বম্বিজ-এর জন্য মনোনয়ন জমা নেওয়া হয়েছে। | I Maroc Blog Awards sono al momento nella fase di voto, che durerà ancora una settimana, mentre per i BOMBies le candidature sono aperte fino al 21 gennaio 2010. |
6 | “আপনি কি বম্ব”? | “Sei tu il BOMB?” |
7 | দুইবার মনোনয়ন লাভ করা দি ভিউ ফ্রম ফেজ বম্বিজ সম্বন্ধে লিখেছেন: | The View from Fez, nominato due volte per quest'ultimo premio, scrive [in] riguardo i BOMBies: |
8 | ‘মরোক্কোর সেরা ব্লগ পুরস্কার'-এর জন্য ক্ষেত্রে ভোট দেওয়া শুরু হয়েছে। | Sono iniziate le votazioni per scegliere The Best of Moroccan Blog Awards. |
9 | পাঁচটি বিভাগে মনোনয়ন জমা দেওয়া যাবে: সেরা উন্মুক্ত বিভাগ, ভ্রমণ, সংবাদ, সংস্কৃতি এবং ব্যক্তিগত ব্লগ। | Ci sono cinque categorie: Miglior blog assoluto, blog dedicati a Viaggi, Notizie, Cultura, e blog personali. |
10 | প্রথম বাৎসরিক বম্বিজ পুরস্কার কে জিতবে? | Chi vincerà il primo BOMBies? Sei tu il BOMB? |
11 | আপনি কি বোম্ব (মানে বম্বিজ-এর জন্য মনোনয়ন জমা দিয়েছেন)? | Eatbees, americano residente in Marocco, racconta [in] della propria candidatura e dei blog del regno: |
12 | এতাবিইজ একজন আমেরিকান, যিনি এখন মরোক্কোতে বাস করেন। | Quando ho iniziato nel 2006, c'erano solo alcuni blogger che scrivevano sul Marocco in inglese. |
13 | তিনি তার মনোনয়নের কথা উল্লেখ করেছেন এবং এ দেশে বাস করার সময় থেকে ব্লগিং করা বিষয়ে বলেছেন: যখন আমি ব্লগিং করা শুরু করি সময়টা ছিল ২০০৬ সাল। | Ora esistono blog sulla cultura, blog sui viaggi, blog personali, blog su notizie e politica - sia di marocchini che di persone che amano il Marocco. |
14 | সে সময় এদেশে হাতে গোণা কয়েকজন ব্লগার ছিল, যারা মরোক্কোয় ইংরেজীতে লিখতেন। | Anche The Good Life in Morocco [in] e The Elephant Cloud [in] hanno parlato delle proprie candidature per i BOMBies. |
15 | এখন সংস্কৃতি ব্লগ, ভ্রমণ ব্লগ, ব্যক্তিগত ব্লগ এবং সংবাদ ও রাজনৈতিক ব্লগও তৈরি হয়েছে-মরোক্কোর নাগরিক এবং মরোক্কোকে যারা ভালোবাসে, তারা উভয়ে মিলে এইসব ব্লগ তৈরি করেছেন। | Il logo del Maroc Blog Awards (che recita "Maroc Blog Awards: un evento annuale online " in francese e arabo) I Maroc Blog Awards |
16 | দি গুড লাইফ ইন মরোক্কো এবং দা এলিফেন্ট ক্লাউড উভয়ে, বম্বিজে তাদের মনোনয়ন লাভের বিষয়ে লিখেছেন। | Robin des Blogs è il vincitore dell'ultima edizione [in] come “Blog dell'anno” ai Maroc Blog Awards. Quest'anno è stato nuovamente candidato; sentendosi onorato, scrive [fr]: |
17 | মারক ব্লগ পুরস্কারের প্রতীক, (এটাকে পড়তে হবে” মারক ব্লগ পুরস্কার: অনলাইনের জন্য একটি বাৎসরিক অনুষ্ঠান” এভাবে,), এটা ফরাসী ও আরবীতে পড়া যাবে। | Je suis reconnaissant à tous ceux et celles qui ont voté pour moi l'année dernière, et ceux qui ont l'intention de le faire cette année aussi. |
18 | রবিন ডেস ব্লগ গত বছরের “সেরা ব্লগের” পুরস্কার জিতে নিয়েছিল। এ বছর সে একই বিভাগে আবার মনোনয়ন লাভ করেছে; এই সম্মানের কথা বলতে গিয়ে সে বলছে [ফরাসী ভাষায়]: | Ce témoignage d'amour est une fierté pour moi, car il s'agit d'abord d'amour et non de compétition, puisque ceux qui nous choisissent nous rendent une partie de ce qu'on a partagé avec eux, dans un geste de reconnaissance. |
19 | গত বছর যারা আমাকে ভোট দিয়েছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা এ বছরেও একই কাজটি করতে চান তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। | Sono grato a tutti coloro che mi hanno votato l'anno scorso, e quelli che intendono farlo quest'anno. |
20 | এই ভালোবাসা আমার জন্য এক গর্বের বিষয়। কারণ প্রথমিকভাবে বলা যায়, তা এক ভালোবাসার বিষয় কোন প্রতিযোগিতার বিষয় নয়, কারণ যারা আমাদের বেছে নিয়েছেন, এমন এক বিষয়ের জন্য, যা তাদের সাথে ভাগাভাগি করা হয়েছে, তারই এক অর্জন এই মনোনয়ন। | Questa testimonianza d'amore è motivo di orgoglio per me, perché si tratta innanzitutto di amore, non di competizione, perché quanti ci votano ci rendono partecipi di quanto è stato condiviso con loro in segno di riconoscenza. |
21 | অন্যদের মধ্যে এলজাডিডা. কম এবং ব্লগপিডিয়া মারক ব্লগ পুরস্কারে মনোনীত হওয়ায় ব্লগ করেছে। | Fra gli altri, anche Eljadida.com [fr] e Blogipedia [fr] hanno scritto riguardo le proprie candidature per i Maroc Blog Awards. |
22 | আশা করি সেরা ব্লগটি পুরস্কার জিতবে! | E vincano i migliori! |