Sentence alignment for gv-ben-20120718-28280.xml (html) - gv-ita-20120626-62217.xml (html)

#benita
1রাশিয়া: হারানো শিশুকে ফিরে পেতে জনতার উৎস প্রকল্পRussia: il crowdsourcing al servizio dei bambini scomparsi
2অনুসন্ধান ও উদ্ধারকারী দল লাইজা এলার্ট [রাশিয়ান] এর উৎপত্তি ইন্টারনেটের একটি আদর্শ কাহিনী।I gruppi online di ricerca persone disperse e pronto intervento come Liza Alert [ru, come i link a seguire tranne ove diversamente indicato] non sono certo una novità.
3বিগত ১৩ সেপ্টেম্বর, ২০১০ সালে যখন লাইজা ফোমকিনা ওরেকাভো-জুয়েভো [মস্কোর পূর্বে, ৮০ কিলোমিটার অথবা ৫০ মাইল] শহর থেকে হারিয়ে যাওয়ার পর অভ্যন্তরীণ ও জরুরী অবস্থা বিষয়ক মন্ত্রণালয়গুলির ত্রুটি বের হয়ে আসে।Con la scomparsa di Liza Fomkina [en], avvenuta il 13 settembre 2010 nella città di Orehovo-Zuevo (circa 80 kilometri a est di Mosca), sono venute a galla le lacune dei ministeri russi degli Interni e delle Emergenze.
4মর্মান্তিক এই ঘটনায় ব্যথিত ও সাহায্যের জন্য সাড়া দেওয়ার জন্য, এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবকরা একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়। এবং অনলাইনে উদ্ধারকারী দল লাইজা এলার্ট গঠন করা হয়।Sconvolti da quella tragedia, nel tentativo di dare una mano, alcuni volontari si sono mobilitati affinché episodi di questo tipo non si verificassero più, dando vita al progetto online di ricerca scomparsi “Liza Alert”.
5লাইজা এলার্ট জনসাধারণের তথ্যের ভিত্তিতে কাজ করে।Il lavoro di Liza Alert si basa sul crowdsourcing.
6জন সম্প্রদায়ের গঠন ও বৃদ্ধির ক্ষেত্রে অনলাইনের ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং স্বেচ্ছাসেবকরা বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে।La community esiste e cresce quasi esclusivamente grazie alla rete e alla vasta area coperta dai suoi volontari.
7lizaalert.org এর মূল পেজের ছবিScreenshot della pagina principale di lizaalert.org
8লাইজা এলার্ট এর সুবিধাসমূহ:Questi i vantaggi di Liza Alert:
9সংগঠকরা শুধুমাত্র প্রকল্পে উৎসাহী নাগরিক ছাড়াও প্রয়োজনীয় দক্ষতাসহ বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টি দেখভাল করেন।
10লাইজা এলার্টে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা হারানো শিশুদের খোজার কাজে নিয়োজিত: তাদের মধ্যে কুকুর নিয়ন্ত্রক এবং অনুসরণকারী, ৪×৪ এবং চার চাকা বিশিষ্ট বাইকের চালক এবং বিমান ও নৌকার চালক অন্তর্ভুক্ত।Gli organizzatori di Liza Alert sono riusciti a coinvolgere, oltre al gruppo di semplici cittadini, dei veri esperti con un bagaglio di esperienze e strumenti specifici per la ricerca di bambini scomparsi: membri di unità cinofile e investigatori, piloti di 4×4, quad aerei e imbarcazioni.
11লিকোলাই লোমেকিন, এমন একজন স্বেচ্ছাসেবক, বলছেন:Nikolaj Lomakin, uno dei tanti volontari, dice:
12বনে যখন একজন হারিয়ে যায়, তখন আমি বাসায় বসে থাকতে পারি না, সম্ভবত, তাঁরা বেচে আছেন এবং তাদের না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকি।Non posso restarmene a casa quando una persona scompare nella foresta. Spesso sono ancora vivi, e noi li cerchiamo fino a quando non li troviamo.
13যে কোন উৎসাহী ব্যক্তি লাইজা এলার্টে ভূমিকা রাখতে পারে।Tutti possono offrire il proprio contributo.
14শুধুমাত্র স্বেচ্ছাসেবকের নির্ধারিত ছকে আবেদন করে প্রকৃত সময়ের উপর ভিত্তি করে বর্তমানের যে কোন দলে যোগদান করতে পারেন।Bisogna solo riempire un modulo, e si entra a far parte di uno qualsiasi dei team esistenti, in tempo reale.
15ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ লাইজা এলার্ট দেখতে পারেন। তথ্য ভাণ্ডার হিসাবে, এটি সহজ ও কার্যকরী।Il sito di Liza Alert è accessibile a tutti, estremamente semplice da navigare e funzionale.
16প্রকল্প, বর্তমান অনুসন্ধান ও অন্যান্য তথ্য পোর্টালে দেয়া হয়।Vi si trovano informazioni riguardanti i progetti e le richerche in corso.
17হারিয়ে যাওয়া সম্পর্কে জানাতে ফোন নম্বর ও কিভাবে অনুসন্ধানে অংশগ্রহণ করা যায়, সে সম্পর্কে শেখার ব্যবস্থা এই সাইটে রয়েছে। (একজন শিশু অপহরণকারী লাইজা এলার্টের প্রকাশিত তথ্য ব্যবহার করে কর্তৃপক্ষকে কৌশলে এড়ানোর কারণে, নির্দিষ্ট তথ্য সাধারণের নিকট উন্মুক্ত নয়।)Vi sono ovviamente elencati tutti i numeri telefonici da contattare per denunciare una scomparsa o per partecipare alle ricerche (i dettagli sui progressi delle ricerche sono comunque stati resi inaccessibili al pubblico, dopo che un rapitore ha deciso di pubblicare informazioni sullo stesso sito per fuorviare gli investigatori.)
18মূল [রাশিয়ান]Qui l'articolo originale in russo.