Sentence alignment for gv-ben-20110910-19915.xml (html) - gv-ita-20110911-44869.xml (html)

#benita
1রাশিয়াঃ লোকোমোটিভ আইস হকি দলকে বহনকারী বিমান বিধ্বস্তRussia: i netizen sulla strage aerea della squadra di hockey del Lokomotiv
2৭ সেপ্টেম্বর, ২০১১-এর বিকেলে লোকোমোটিভ পেশাদার আইস হকি নামের দলটিকে নিয়ে যাত্রা করা বিমানটি উড্ডয়ন-এর পর ৫০০ মিটার অতিক্রম করার পর দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। রাশিয়ার, ইয়ারস্লাভ নামক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।Il pomeriggio del 7 Settembre 2011, l'aereo a bordo del quale volavano quasi tutti i giocatori della squadra di hockey professionista Lokomotiv [it] è precipitato dopo appena 500 metri dal decollo, nei pressi di Yaroslavl.
3উক্ত বিমানের ৪৫ যাত্রীর দুজন ব্যতিত সবাই নিহত হয়েছেন (এই দলের মধ্যে বেলারুশ, কানাডা, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ইউক্রেনের যে সব খেলোয়াড় ছিল তারাও এই ঘটনায় নিহত হয়েছে)।Dei 45 passeggeri (tra cui i giocatori stranieri provenienti da Bielorussia, Canada, Repubblica Ceca, Svezia e Ucraina) solo due sono sopravvissuti.
4এই বিমানটি ছিল ইয়াক-৪২ বিমান। যা ইয়াক ইয়াক সার্ভিসের বিশেষ চার্টার বা নিজস্ব বিমান।L'aereo, uno Yak-42 [it] della linea area Yak-Service [en], era diretto in Bielorussia.
5প্রথম ভিডিওটি [রুশ ভাষায়] যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, তাঁর দৃশ্য তুলে ধরেছে, ইউটিউবে এটি আপলোড করেছে মিগালকি।Uno dei primi video [ru] girati sul posto dell'incidente è stato caricato dall'utente migalki su YouTube.
6এটি প্রদর্শন করেছে যে অগভীর পানিতে বিমানের জ্বলন্ত অংশের দৃশ্য।Mostra i resti dell'aereo in fiamme nell'acqua bassa.
7http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
8v=f18w1DZcom4v=f18w1DZcom4
9প্রাথমিক প্রতিক্রিয়াLe prime reazioni
10আইস হকি, রাশিয়ার এক গর্বের খেলা এবং তা সারা দেশে তা খুব প্রিয় খেলা।L'hockey sul ghiaccio è motivo di grande orgoglio per i russi, ed è adorato in tutto il Paese.
11যার ফলে এর আগের সব বিমান দুর্ঘটনার চেয়ে এই ঘটনার ক্ষেত্রে অনেক বেশী মানুষ তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, কারণ এই দুর্ঘটনাকে কেবল কিছু মানুষের প্রাণহানী হিসেবে দেখা হচ্ছে না, এটি একই সাথে রাশিয়ার আইস হকি এবং রাশিয়ার ক্রীড়াঙ্গনের এক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।Per questo motivo, le reazioni alla catastrofe sono state molto più accese che per altri incidenti aerei. Non si è trattata solo di una perdita umana ma di una perdita per l'hockey e per tutto lo sport russo in generale.
12ব্লগার পিলগ্রিম-৬৭ লিখেছে [রুশ ভাষায়]:Il blogger Pilgrim-67 scrive [ru]:
13অনেক বছর ধরে আমি হকি খেলা উপভোগ করছি।Per molti anni ho seguito l'hockey.
14লোকোমোটিভ-এর সবধরনের খেলোয়াড় আমাকে খেলায় এক প্রচণ্ড উত্তেজনা পাই।I Lokomotiv, con diverse formazioni, mi hanno sempre regalato molta gioia.
15তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর, আমি যেন এক ঘোরের মধ্যে আছি।La notizia del disastro mi ha davvero colpito.
16এখনো আমার সেই ঘোর কাটেনি, যেন কেউ আমার আত্মার একটা অংশ ছিন্ন বিছিন্ন করে দিয়েছে।Sono ancora sotto shock. Come se qualcuno mi avesse strappato un pezzo d'anima.
17এই বেদনাদায়ক ঘটনার পর প্রথম যে যিনি এই সব তথ্য একত্রিত করেন [রুশ ভাষায়], তিনি হচ্ছেন গুডভিন্স। তিনি লাইভ জার্নালের রু-হকি কমিউনিটিতে তা পোস্ট করেন।Una delle prime raccolte di dati sulla tragedia è stata compilata [ru] su Livejournal da goodvins, della community russa di hockey.
18কন্টিনেন্টাল হকি লীগের সভাপতি আলেকজান্ডার মেদভেদেভ, এক হৃদয় ছুয়ে যাওয়া ভিডিও বিবৃতি রয়েছে, যেখানে তিনি এই বিমান দুর্ঘটনার কথা ঘোষণা করেন। প্রায় অজস্র ব্লগার আলেকজান্ডার মেদভেদেভ-এর এই উদ্ধৃতি প্রদান করেছে।Il video che segue [ru], in cui il presidente della Lega Continentale di Hockey, Alexander Medvedev, informa sul disastro, è stato ampiamente citato dai blogger.
19তিনি ইউএফএ-এর বরফের স্কেটিং-এর এলাকায় এই দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তার শোক প্রকাশ করেন এবং শোক প্রকাশের জন্য এক মিনিট নিরবতা পালনের প্রস্তাব করেন।Nel video, Medvedev esprime il suo dolore mentre parla ai tifosi in un campo da hockey a Ufa, e suggerisce un minuto di silenzio in segno di lutto.
20http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
21v=4YwWVDuLh6wv=4YwWVDuLh6w
22পরবর্তীতে, মেদভেদেভ আবার দৃশ্যমান হন, এতে দেখা যায় তিনি তার আবেগ সম্বরণ করতে পারছেন না, তিনি ঘোষণা দেন যে এবারের কন্টিনেন্টাল হকি লীগের প্রথম খেলাটি বাতিল করা হয়েছে।In seguito, Medvedev appare di nuovo in video. Incapace di nascondere le sue emozioni, annuncia che la prima partita della stagione della Lega Continentale di Hockey è stata cancellata.
23রুশ বিমান পরিবহণের ক্ষেত্রে-২০১১ সাল হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বছর।Lo spazio aereo russo - il più pericoloso del 2011
24জানুয়ারী, ২০১১ থেকে এ পর্যন্ত রাশিয়ায় ভয়াবহ ৬ টি বিমান দুর্ঘটনা ঘটেছে , আর এর ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের বেশ কিছু জোরালো এবং রাশিয়ার বিমা সংস্থার সেকেলে এবং অনিরাপদ বিমান সমুহকে বাতিল করে দেবার দাবী উঠেছে।Questo è il sesto incidente aereo mortale in Russia da Gennaio 2011, e ha provocato un'altra ondata di richieste per controlli di sicurezza più accurati e per il ritiro degli aerei obsoleti e insicuri delle compagnie aeree russe.
25ইউজার গ্রোজ্জা ব্যাখ্যা করেছে [রুশ ভাষায়]:L'utente grooza esclama [ru]:
26আর কত এ রকম ঘটনা বার বার ঘটতে থাকবে????Per quanto tempo questo continuerà a succedere???
27আমার চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়ছে!!!!Sto piangendo!!!
28সব কিছু গোল্লায় যাক, কখন আমরা নিরাপদ বিমান যাত্রার কথা ভাবব?????Accidenti, quando inizieremo a pensare alla sicurezza area????
29জীবন যে একটাই!!!!Si vive una volta sola!!!!!
30আভাস্ট৮৫ লিখেছে [রুশ ভাষায়]:Avast85 scrive [ru]:
31সব কিছু গোল্লায় যাক, একবিংশ শতকের এ এক দুঃখজনক ঘটনা ……সরকার কি সাধারণ একটা বিমান তাদের জন্য বন্দোবস্ত করতে পারেনি ((((Dannazione, non possono succedere cose simili nel XXI secolo… il f*****o governo dovrebbe far volare solo aerei normali((((
32তবে ট্রেবলাইন নিশ্চিত, বিমানের কারণে নয় বরঞ্চ বিমান চালকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে:Treblaine, invece, è sicuro che il problema non sia stato l'aereo ma un errore del pilota:
33প্রচার মাধ্যম থেকে পাওয়া সূত্রানুসারে, বরঞ্চ বিমান চালকের এক ভুল এই দুর্ঘটনা ঘটেছে।Secondo i media, è stato un errore del pilota.
34ইয়াক-৪২ হচ্ছে বিশ্বের অন্যতম এক নির্ভরযোগ্য বিমান।L'aereo Yak-42 è uno dei più sicuri al mondo.
35এছাড়াও এটা ছিল বিশেষ বিমান যা মূলত গুরুত্বপুর্ণ কাজে ব্যবহার হয়ে থাকে।E in più, era un aereo VIP che viene controllato minuziosamente.
36নিউওয়ার্ল্ড ২০১১, বলছে [রুশ ভাষায়] যে এই দুর্ঘটনার ক্ষেত্রে বিমান চালকের ভুল অনেক গুলো কারণের একটি কারণ মাত্র, এবং একই সাথে বিমান এবং অবতরণ ক্ষেত্র এই দুর্ঘটনায় প্রভাব রেখেছে।newworld2011, aggiunge [ru] che l'errore del pilota può essere solo uno dei fattori responsabili dell'incidente, e che sia l'aereo che l'apparato tecnico hanno contribuito alla catastrofe.
37অভিযোগের আঙ্গুল কার প্রতি?Di chi è la colpa?
38অভিযোগের আঙ্গুল দ্রুত রাজনৈতিক নেতাদের প্রতি নির্দেশিত হতে থাকে, মূলত যোগাযোগমন্ত্রী ইগর লেভিটিনের প্রতি অভিযোগ করা হয়।Le critiche si sono subito rivolte verso le figure politiche, in particolar modo nei confronti di Igor Levitin [en], il Ministro dei Trasporti.
39তিনি ২০০৪ সাল থেকে যোয়াযোগ মন্ত্রীর পদে আসীন এবং ১৫ টি বড় আকারের দুর্ঘটনা সত্ত্বেও তার রাজনৈতিক আসন অক্ষত রয়েছে, এর অন্যতম হচ্ছে ২০১০ সালে পোল্যান্ড সরকারের ৯৬ জন গুরুত্বপুর্ণ ব্যক্তিকে নিয়ে উড্ডয়নের সময় এক বিমান দুর্ঘটনায় পতিত হওয়া।È in carica dal 2004, e la sua carriera politica è sopravvissuta a 15 grandi incidenti, compreso quello che nel 2010 vide coinvolti 96 membri del governo Polacco.
40ব্লগার কেওয়াই৩নেকফ লিখেছে [রুশ ভাষায়]:Il blogger ky3necoff scrive [ru]:
41লেভিটিন এক লৌহ মানব।Levitin è un uomo d'acciaio.
42এতগুলো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এখনো সে তার গদিতে আসীন।Così tante catastrofi, e lui ancora siede su quella poltrona.