Sentence alignment for gv-ben-20111023-20841.xml (html) - gv-ita-20111021-47750.xml (html)

#benita
1লিবিয়া: গাদ্দাফির মৃত্যু নিয়ে সত্য-মিথ্যাLibia: verità sulla morte di Gheddafi
2এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।Per 42 anni, Muammar Gheddafi ha governato la Libia con il pugno di ferro.
3বিগত ৪২ বছর লৌহমানব হিসেবে লিবিয়া শাসন করেছেন মুয়াম্মার গাদ্দাফি।
4আফ্রিকার এই অপ্রতিদ্বন্দ্বী ‘রাজার রাজা' ত্রিপোলি থেকে শাসন করে শক্ত হাতে দমন করেছেন বিরোধীদের, অবাধ্যদের পুথিবী থেকে মুছে ফেলেছেন চিরতরে।Negli anni, ha schiacciato l'opposizione, facendo fuori i dissidenti e governando da Tripoli come l'incontrastato Re dei Re dell'Africa.
5১৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ লিবিয়ানরা তার স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং এখন থেকে দুই মাস আগে, রাজধানী ত্রিপোলিকে তারা দখল করে।Il 16 febbraio scorso, i cittadini hanno iniziato una rivolta contro la sua dittatura.
6আজ, গাদ্দাফির শেষ ঘাঁটি সিয়ের্ত শহরের পতন ঘটলে এবং খোদ খাদ্দাফি গ্রেফতার হয়ে মৃত বা মৃত হয়ে গ্রেফতার হলে সমস্ত লিবিয়া উল্লাসে ফেটে পড়ে।Due mesi dopo, la capitale Tripoli viene liberata, e oggi iniziano i festeggiamenti dopo che Sirte, l'ultimo baluardo, è stata espugnata e Gheddafi è stato catturato e ucciso, o ucciso e catturato.
7যদিও তার মৃত্যূর পারিপার্শ্বিক উপাত্তগুলো এখনও অস্পষ্ট ও অসংগত এবং প্রাপ্ত তথ্যগুলো এখনও অসম্পূর্ণ।Le circostanze della sua morte restano infatti ancora incerte, i dettagli contraddittori e le informazioni incomplete.
8টুইটারে সাংবাদিক ও বোদ্ধারা মৃত্যুর ঘটনাটিকে নানাভাবে ব্যাখ্যা করছেন।Su Twitter, giornalisti ed esperti cercano di ricostruire l'accaduto.
9ফ্রি মিস্তারা ইউটিউবে এ ভিডিওটি প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে জীবিত গাদ্দাফির চারপাশে উন্মত্ত বিদ্রোহীরা:“Free Misrata” carica questo video su YouTube, il quale mostra Gheddafi ancora vivo, circondato da un gruppo di ribelli eccitati, in guerra per la libertà:
10আল জাজিরার ইভান হিল প্রশ্ন করেছেন,Il giornalista di Al Jazeera Evan Hill scrive:
11@ইভানসিহিল: যদি এসটিসি যোদ্ধারা গ্রেফতারের পর গাদ্দাফিকে মেরে ফেলে, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে?@evanchill: Cosa pensereste se i soldati del CNT [Consiglio Nazionale di Transizione] avessero ucciso Gheddafi dopo averlo catturato vivo?
12এ ছাড়াও তিনি আঘাতপ্রাপ্ত গাদ্দাফিকে টিভিতে এভাবে প্রদর্শন করা নিয়ে প্রশ্ন তুলেছেন:E più tardi mette in discussione le ferite di Gheddafi mostrate in televisione:
13@ইভানসিহিল: গাদ্দাফির মাথার ক্ষতটি হতে পারে কোন ভোঁতা অস্ত্রের আঘাত বা বন্দুকের গুলির চিহ্ন।@evanchill: La ferita di Gheddafi alla testa può essere una contusione dovuta a un colpo in testa, ma non a un colpo di pistola.
14বলা মোটেও সহজ নয়।È molto difficile da dire.
15ফরেন পলিসির ব্লেক হউনশেলও প্রশ্ন করেছেন:Anche Blake Hounshell, reporter della rivista USA “Foreign Policy”, pone altre domande, tra cui:
16@blakehounshell: মৃত্যুদণ্ড?@blakehounshell: Esecuzione?
17RT @halibrahim: #গাদ্দাফির শরীরের একটি উত্তম ছবি যাতে দেখা যাচ্ছে তার মাথায় গুলির চিহ্ন #লিবিয়াRT @halibrahim: Un'immagine migliore del corpo di #Gheddafi che mostra la pallottola in testa #Libia
18পরে ব্যাখ্যা দিচ্ছেন এভাবে:E poi spiega:
19@blakehounshell: এইমাত্র ছাড়া এই নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে খুব কাছেই একটি অ্যাম্বুলেন্স; মৃত্যুদণ্ড হলে এমনটা হতো না।@blakehounshell: Il nuovo video che ho pubblicato mostra chiaramente un'ambulanza lì intorno; non mostra un'esecuzione, se davvero c'è stata
20এবং পরে আবার নিজেই প্রশ্ন করছেন:E chiede ancora:
21@blakehounshell: গাদ্দাফির মাথায় গুলি করার কি কোন ভিডিও পাওয়া যাবে?@blakehounshell: C'è qualche filmato che mostra Gheddafi sparato alla testa?
22সিএনএন-এর হালা গোরানিরও অনেক প্রশ্ন রয়েছে, যেমন:Anche Hala Gorani della CNN ha delle domande, e tra queste:
23@হালাগোরানি: গাদ্দাফিকে কি আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছিল ও পরে হত্যা করা হয়েছিল নাকি জখমের কারণে সে মৃত্যুবরণ করে?@HalaGorani: Gheddafi è stato catturato ferito ma vivo e poi giustiziato, oppure è morto a causa delle ferite?
24এখন পর্যন্ত পাওয়া ভিডিওতে ব্যাপারগুলো অস্পষ্ট।Finora, basandosi sui video in circolazione, non è chiaro.
25#লিবিয়া#Libia
26টুইটারে বহু মানুষ টেলিভিশনে গাদ্দাফির মৃতদেহ জাঁকালোভাবে প্রদর্শন করা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।Su Twitter, molti hanno reagito alla diffusione TV delle immagini del cadavere di Gheddafi:
27আই রিভোল্ট এর রোকায়া লিখেছে,iRevolt o Roqayah scrive:
28@আই রিভোল্ট: কোন স্বৈরশাসককে উৎখাত করে বিজয়োল্লাস করা এক জিনিস আর তার শবদেহ নিয়ে হিংস্র উন্মাদনা অন্য জিনিস।@iRevolt: Una cosa è sentirsi esaltati per averlo cacciato, estirpato ecc; un'altra è trasformare la morte in un'orgia intorno a un cadavere.
29মিশরীয় মোসা'ব এলশামি বলেন,E l'egiziano Mosa'ab Elshamy commenta:
30@মোসাআবেরাইজিং: আদর্শবাদী লোকজন, বিশেষ করে আরবরা, যারা এ অঞ্চলের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকের মৃতদেহের দৃশ্য সহ্য করতে পারছে না, তারা এটা নিয়ে কামড়াকামড়ি করছে।@mosaaberizing: Idealisti, soprattutto arabi, che non potete sopportare la vista del cadavere di uno dei tiranni più odiati del paese, svegliatevi!