Sentence alignment for gv-ben-20140425-42843.xml (html) - gv-ita-20140418-91845.xml (html)

#benita
1হংকং-এর বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চীন ইন্টারনেটে প্রদর্শন বন্ধ করে দিয়েছেCina: cortometraggio fantascientifico da Hong Kong bloccato dai censori cinesi
2বৈজ্ঞানিক কল্প কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” ব্যাপক ভাবে ইন্টারনেটে প্রদর্শিত হয়েছে এবং এটি চীনের সেন্সর বিভাগের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে।Un cortometraggio fantascientifico chiamato “Hong Kong sarà distrutta dopo 33 anni” (Hong Kong Will Be Destroyed After 33 Years) è diventato virale e ha guadagnato l'ira dei censori cinesi.
3৩ মার্চ, ২০১৪-এ আপলোড করা, ৭ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিও ইতোমধ্যে ৬৪৫,০০০ বার দেখা হয়েছে। এতে দেখানো হয়েছে উদাসীন হংকংবাসীরা এক ধেয়ে আসা উল্কার বিষয়ে নিস্পৃহ- যেটি ২০৪৭ সালে এলাকাটিতে আঘাত হানতে যাচ্ছে, যে সালটিতে হংকং চীনের এক বিশেষ প্রশাসনিক এলাকায় পরিণত হতে যাচ্ছে, আর এর মাধ্যমে মূল চীনা ভূখণ্ডের বিপরীতে হংকং যে আলাদা আইনী সুবিধা পেত তা আর থাকবে না।Il video, che dura 7 minuti e 28 secondi, ha attirato oltre 645,000 [zh] visualizzazioni dalla data del suo caricamento su Youtube, il 3 marzo 2014, e mostra gli abitanti di Hong Kong incuranti di una meteora in avvicinamento, la cui collisione con l'isola è prevista per il 2047, l'anno in cui la regione cinese, ora sottoposta ad un'amministrazione speciale, smetterà di avere leggi separate dal governo centrale della Repubblica Popolare Cinese.
4এই চলচ্চিত্রে দেখানো হয়েছে উল্কার আঘাত হানার সংবাদের পর হংকং-এর দুই তৃতীয়াংশ নাগরিক এবং একই সাথে বিশাল বিশাল সব সব প্রতিষ্ঠান এলাকাটি ত্যাগ করে চলে যাবে।Nel film, più dei due terzi degli abitanti e le grandi aziende abbandonano la città appena avuta notizia della meteora.
5এই ভাবে খালি হয়ে যাওয়ার ফলে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সমৃদ্ধি লাভ করবে এবং সকলের গৃহ পাবার ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবে।Lo svuotamento della città permette la fioritura delle piccole aziende e la liberazione del settore abitativo per tutti.
6শীঘ্রই ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা সত্ত্বেও এক অর্থে শহরটির আবার পুনর্জন্ম ঘটবে।La città è, in qualche modo, rinata, nonostante la sua condanna incombente.
7ঘটনাক্রমে, আঘাত হানার আগেই বিজ্ঞানীরা উল্কাটিকে ধ্বংস করতে সক্ষম হবে।Alla fine, gli scienziati riescono a distruggere la meteora prima dell'impatto.
8এই ভিডিও ক্রমশ বাড়তে থাকা ভীড় এবং বস্তুবাদী হয়ে ওঠা ও ১৯৯৭ সালে যুক্তরাজ্যের হাত থেকে চীনের হাতে হস্তান্তরের ফলে মূল চীনা ভূখণ্ড থেকে আসা অধিবাসীদের সংখ্যাবৃদ্ধির মত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে হংকংবাসীদের উদ্বেগের বিষয় উন্মোচন করেছে।Il video rivela le ansie degli abitanti della città rispetto ai problemi politici e sociali, come la loro città sempre più popolata e materialista e il numero crescente di cinesi provenienti dal continente da quando essa è stata trasferita dal Regno Unito alla Cina nel 1997.
9মূল চীনা ভূখণ্ডের অধিবাসীদের কাছে এই চলচ্চিত্র ঠিক বিপরীত এক খুব “সাধারণ দৃষ্টিভঙ্গির” বার্তা প্রেরণ করেছে, আর তা হচ্ছে চীনের অর্থনৈতিক সমর্থন ছাড়া হয়ত হংকং-এর অনেক আগেই ইতি ঘটত।Veicola il messaggio opposto rispetto a un punto di vista comune [en] a molti, che prevede che senza il supporto economico della Cina, Hong Kong sarebbe perita molto tempo fa.
10আইসিইউইনমাইহার্ট নামক এক নেট নাগরিক ইউটিউবে মন্তব্য করেছে:Un netizen, “iseeyouinmyheart,” ha commentato su YouTube:
11আমার কাছে ইতোমধ্যে হংকং-এর ইতি ঘটেছে।Secondo me, HK [Hong Kong] è già finita.
12১৯৯৭ সালের আগে আমি যে স্বাধীনতার, ন্যায়বিচার, আইনের শাসন এবং নিরপেক্ষতার সুবাতাস পেতাম তার পরিসমাপ্তি ঘটেছে।Non posso più sentire l'aria di libertà, giustizia, stato di diritto e onestà che sentivo prima del 1997.
13অনিবার্যভাবে ইয়াকুর মত চীনা ভিডিও ওয়েবসাইটগুলোতে স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।Inevitabilmente, il cortometraggio è stato bloccato sui siti cinesi come Youku.
14ফেই চাং দাও নামক ব্লগের সংবাদ অনুসারে বাইডু এবং সিনা ওয়েবো উভয় স্থানে “৩৩ বছর” দিয়ে অনুসন্ধান করলে কোন কিছু আসছে না।Secondo il blog Fei Chang Dao [en, come i seguenti], i risultati di ricerca per “33 Years” sono stati cancellati sia su Baidu che Sina Weibo.
15চায়না ডিজিটাল টাইমসের সংবাদ অনুসারে চীনের প্রচারণা বিষয়ক কর্তৃপক্ষের আদেশ অনলাইনে প্রকাশ হয়ে পড়েছে:L'ordine delle autorità cinesi di propaganda è trapelato online:
16“৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” নামক ভিডিও থেকে নেওয়া এক দৃশ্যের স্ক্রিনশটScreenshot per il cortometraggio “Hong Kong sarà distrutta dopo 33 anni”
17রাষ্ট্রীয় তথ্য পরিষদ অধিদপ্তর: দ্রুত নিন্মোক্ত উপাদানগুলো সকল ওয়েব সাইট থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে, (১) “ট্যাং জিটিয়ান এবং অন্য নিখোঁজ আইনজীবীদের সমর্থন এবং উদ্ধার”; (২) ভিডিও, টেক্সট ইত্যাদি যা “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” শিরোনামে হংকংবাসীরা নিজেদের রক্ষা করল এমন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তুলে ধরে।Ufficio informazioni del consiglio di Stato: Rimuovere immediatamente i i seguenti da tutti i siti internet: (1) informazioni relative a “supporto e salvataggio di Tang Jitian e altri avvocati scomparsi”; (2) video, testi, etc. che promuovono il cortometraggio riguardante gli abitanti di Hong Kong che “si salvano da soli” intitolato “Hong Kong sarà distrutta in 33 anni”.
18ইক কান চেয়ুং একজন ভিএফএক্স শিল্পী এবং উক্ত ভিডিওর পোস্ট প্রোডাকশন সুপারভাইজার, যিনি “দি ডিপ্লোম্যাটকে” জানাচ্ছে কেন সে মনে করে যে এই ভিডিওটি মূল চীনা ভূখণ্ডে নিষিদ্ধ হয়েছিলYik Kan Cheung, addetto agli effetti speciali e alla supervisione della post-produzione del video, ha detto a The Diplomat [en] perché si ritiene che il video sia stato censurato:
19আমরা বিশ্বাস করি, যে কারণে কর্তৃপক্ষ ভিডিওটিকে সেন্সর করেছে তা হচ্ছে তারা বিশ্বাস করে তারা সমাজকে শান্তিপূর্ণ রাখার কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি তারা যা করছে তা হচ্ছে মানুষকে সত্য না জানিয়ে তারা এর থেকে নাগরিকদের দূরে রাখছে, এর এটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন নিয়ন্ত্রণ করা যায়, ততক্ষণ পর্যন্ত মূল চীনা ভূখণ্ড থেকে পর্যাপ্ত নাগরিক আমদানি করে চীন চেষ্টা করছে শ্বাসরোধ করে হংকংকে ধ্বংস করে ফেলতে।La ragione per cui il video è stato censurato dalle autorità è, crediamo, che esse pensano che quello che stanno facendo possa mantenere pacifica la società. Ma quello che noi pensiamo loro stiano facendo è tenere le persone lontane dalla verità, provare a soffocare a morte Hong Kong importando i cinesi del continente a Hong Kong fino a che ci saranno abbastanza persone che potranno controllare alle elezioni. dopodiché non ci saranno più elezioni libere a Hong Kong.
20এরপর হংকং-এ আর কোন নির্বাচন হবে না।