# | ben | ita |
---|
1 | ছবি: ৫ হাজারের বেশি শিশু পানামা খালের ছবি এঁকে গিনেজ বুকে নাম লেখালো | |
2 | ছবি তুলেছেন শনিত খোশেন। | Panama: oltre 5.000 bambini entrano nel Guinness dei primati disegnando |
3 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto di Shoonit Khoshen con permesso di pubblicazione. |
4 | একসাথে ৫ হাজার ৮৪ জন শিশু পানামা খালের ম্যুরাল ছবি এঁকেছে। আর এতেই গিনেজ বুকে নাম উঠেছে পানামা খালের। | Panama ha abbattuto il record per il maggior numero di persone che dipingono contemporaneamente [es, come tutti i link successivi] quando 5.084 bambini hanno realizzato un murale delle chiuse del Canale. |
5 | গত ১৮ জানুয়ারি ২০১৪ ছিল পানামা খালের একশ বছর পূর্তি। এদিন আয়োজন করা হয় ‘চলো একশ বছরের খালের ছবি আঁকি' অনুষ্ঠানের। | L'iniziativa di sabato 18 gennaio 2014, che è stata chiamata “Dipingiamo i 100 anni del Canale”, ha dato il via alle celebrazioni per il centenario della via interoceanica. |
6 | তখন এই রেকর্ড সৃষ্টির ঘটনা ঘটে। পানামা খাল আরো প্রশস্ত করা হবে কী না তা নিয়ে বেশ চলছে। | L'evento si è svolto in un ambiente di festa totalmente alieno dalle polemiche riguardanti la possibile paralisi delle opere di ampliamento del Canale. |
7 | আর এই বিতর্কের মাঝেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। | La celebrazione si è tenuta sia nei palazzi amministrativi del Canale sia sui social network, dove diversi utenti hanno condiviso foto e pareri sull'attività. |
8 | খাল কর্তৃপক্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে শত বছর পূর্তির আয়োজন উপভোগ করেন। | |
9 | নানা পেশার, বয়সের মানুষেরা মতামত, ছবি শেয়ার করেছেন। | L'account Twitter “Ponte en algo” ha condiviso una foto aerea dell'evento. |
10 | টুইটার ব্যবহারকারী ‘পন্টে এন আলগো' অনুষ্ঠানের এই ছবিটি শেয়ার করেছেন। | Uniamo il mondo da cento anni è il messaggio della tela creata oggi dai bambini panamensi insieme a @FOSinclair |
11 | আজকে অলগা সিনক্লেয়ারের সাথে পানামার শিশুরা ক্যানভাসে ছবি এঁকে একশ' বছরের বারতা বিশ্ববাসীর কাছে আনলো। | Anche l'amministratore del Canale Jorge Quijano ha pubblicato una foto nella quale si possono vedere i 5.084 bambini che hanno aderito all'iniziativa. Una bellezza, il futuro di Panama dipinge il centenario del Canale. |
12 | খালের প্রশাসক জর্জ কুইজানো ৫০৮৪ জন শিশুর ম্যুরাল আঁকার একটি ছবি পোস্ট করেছেন: | Un giornalista della CNN ha condiviso una foto dell'evento che lo ritrae accanto all'amministratore del Canale e all'artista Olga Sinclair, promotrice di quest'iniziativa. |
13 | কী চমত্কার! | Viva #PANAMA!!! |
14 | পানামার ভবিষ্যত খাল শতবর্ষের রঙে। | Felice di godermi un Guinness World Records, 5.084 bambini che dipingono 100 anni |
15 | সিএনএনের সাংবাদিক ইসমায়েল কালা অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন। | L'Istituto Nazionale di Cultura di Panama (INAC) ha pubblicato una foto del certificato del Guinness World Records: |
16 | সেখানে খালের প্রশাসক এবং চিত্রশিল্পী অলগা সিনক্লেয়ারকে দেখা যাচ্ছে। | |
17 | মূলত এই দু'জনই ছিলেন উদ্যোগের পিছনে। চিয়ার্স পানামা! | Congratulazioni per questo #RecordPanama e grazie @FOSinclair e @OlgaSinclair per averlo realizzato insieme a tutti i bambini |
18 | আমি খুব খুশি গিনেজ রেকর্ড নিয়ে। | Lineth Rodriguez condivide una bellissima fotografia dei suoi tre gemelli che dipingono all'evento: |
19 | ৫০৮৪ জন শিশু আঁকলো শতবর্ষের ইতিকথা। | I nostri tre gemelli partecipano al laboratorio di pittura @canaldepanama @OlgaSinclair Grazie! |
20 | পানামার ন্যাশনাল ইনস্টিটিউট অব কালচার গিনেজ রেকর্ড সার্টিফিকেটের ছবি শেয়ার করেছেন: | |
21 | অভিনন্দন পানামা। | |
22 | শিশুদের সাথে নিয়ে এটাকে বাস্তবে রূপ দেয়ার জন্য অলগা সিনক্লেয়ার ফাউন্ডেশন এবং অলগা সিনক্লেযারকে ধন্যবাদ জানাই। | |
23 | লিনেথ রড্রিগুয়েজের তিন ছেলেমেয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তিনি তাদের ছবি টুইটারে পোস্ট করেছেন: | L'iniziativa ha raggiunto il suo obiettivo di battere il record, dare il via alle celebrazioni e far sì che i panamensi si sentissero parte di questa festa per i cento anni del Canale. |
24 | এই আয়োজনের উদ্দেশ্য ছিল গিনেজ রেকর্ড, খালের শতবর্ষ পালন অনুষ্ঠানের উদ্বোধন এবং পানামাবাসীদের এই বার্তা দেয়া যে, তারা খালের যাবতীয় আয়োজনের অংশ। | |