Sentence alignment for gv-ben-20100919-12835.xml (html) - gv-ita-20100910-24204.xml (html)

#benita
1কানাডা: আদিবাসী নারীদের অন্তর্ধানCanada: Le donne native “svanite nel nulla”
2এবছর ফেব্রুয়ারির ১৯ তারিখে ১৯তম বার্ষিক হারিয়ে যাওয়া নারীদের জন্যে মিছিলDonne canadesi alla 19esima Marcia annuale in memoria delle donne scomparse, febbraio 2010
3প্রতি বছর ৩০শে আগস্ট গায়েব হয়ে যাওয়া মানুষের জন্য আর্ন্তজাতিক দিবস হিসাবে পালিত হয়। এ বছর কানাডা থেকে সংবাদ এসেছে যে প্রায় ৬০০ জন উপজাতি নারী হারিয়ে গেছেন গত তিন দশকে যা কানাডার ব্লগ জগতেও ব্যাপক আলোচিত হয়েছে।Il 30 agosto scorso, in occasione della Giornata internazionale delle persone scomparse [it|, la notizia secondo cui negli ultimi trent'anni sarebbero scomparse più 600 donne native americane si è diffusa in lungo [en, come tutti i link che seguono], in largo, e in tutta la blogosfera.
4মানবাধিকার কর্মীরা দাবি করেছেন যে কানাডার কর্তৃপক্ষ এদের খোঁজার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেননি।Secondo gli attivisti per i diritti umani, il governo canadese non starebbe facendo abbastanza per indagare su queste sparizioni.
5ধারণা করা হচ্ছে এদের মধ্যে বেশীরভাগ নারীকে হত্যা করা হয়েছে। এমনও সন্দেহ করা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার কেউ কেউ হতে পারেন।Si pensa che la maggior parte sia stata assassinata, e si sospetta anche che alcune potrebbero essere vittime di abusi della polizia.
6বর্ণবাদী একটি সিস্টেম?Un sistema razzista?
7আমেরিকান ব্লগার কেরা লোভেল অবাক হয়েছেন কানাডার উপজাতি নারীর গায়েব হওয়ার এই উচ্চ হার সম্পর্কে জানতে পেরে:L'alto tasso di sparizioni delle native canadesi sorprende la blogger americana Kera Lovell:
8সবাই কানাডাকে ভালোবাসে, তাই নাকি?Il Canada piace a tutti, eh?
9কানাডা সম্পর্কে আমেরিকার কেউ বেশী কিছু বলতে পারেন না এটা ছাড়া যে: এখানে দুটি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, কিউবেকে ফ্রেঞ্চ বলে, আর এই দেশ তাদের বরফের সুরা, আইস হকি আর সিরাপের জন্য পরিচিত। আর মাইকেল মুর এখান থেকে এসেছেন।Su quel Paese, però, nessuno riesce a entrare nello specifico, [e ricorda solo che] ha ospitato due Olimpiadi, nel Quebec si parla francese, è famoso per il vino del ghiaccio [it], l'hockey su ghiaccio, lo sciroppo d'acero, ed è il paese natale di Michael Moore.
10কিন্তু তাদের অন্যান্য সমস্যার ব্যাপারে কতটুকু জানে?E a proposito dei loro problemi?
11নিশ্চিত থাকেন যে কানাডায় জাতিগত, শ্রেণীগত, লিঙ্গীয় ইত্যাদি নানা ধরণের সমস্যা রয়েছে, কিন্তু আপনি কখনো কানাডার কথা শোনেন না বা শুনতে চান না, তাই ওখানে সবকিছুই দারুণ হওয়ার কথা।Senza dubbio anche il Canada fa fronte a problemi di razza, classe, sesso, eccetera, ma non se ne parla mai, quindi dev'essere un paese fantastico sotto questo punto di vista.
12ঠিক?Giusto?
13আমি সম্প্রতি রেসিয়ালিসাস এ পোস্ট করা র‍্যাবল সংবাদ প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে গত ২৫ বছর ধরে কানাডাতে হারিয়ে যাওয়া বা গায়েব হয়ে যাওয়া উপজাতি নারীর সংখ্যা প্রায় ৬০০ জনে দাড়িয়েছে, আর এর অর্ধেক অন্তর্ধান হয়েছে ২০০০ সালের পর থেকে।Recentemente, grazie a questo articolo di Rabble che ho letto su Racialicious, sono venuta a conoscenza dell'alto tasso di sparizioni e uccisioni di donne native in Canada, il cui numero ammonta a quasi 600 negli ultimi 25 anni, metà delle quali dal 2000.
14এইসব হত্যাকান্ডের রহস্যের অর্ধেকের বেশী এখনো সমাধান হয়নি।E più della metà di questi omicidi rimangono tuttora irrisolti.
15কি ভয়ঙ্কর!Ma che storia è questa?
16আদিবাসী আমেরিকান পত্রিকা ইন্ডিয়ান কান্ট্রি টুডে চার পর্বের একটি সিরিজ প্রকাশ করছে গায়েব হয়ে যাওয়া নারীদের ব্যাপারে।Il periodico nativo americano Indian Country Today ha pubblicato una serie in quattro parti sulle donne scomparse.
17গত ২৫শে আগস্ট প্রকাশিত ৪র্থ পর্বে কানাডার উপজাতিদের প্রতি সরকারের নীতির কথা আলোচনা করা হয়েছে বিশেষ করে তাদের গায়েব হওয়ার ব্যাপারে সাথে সম্পর্কিত বিষয়ে।La quarte parte, pubblicata il 25 agosto, discute la politica del Canada nei confronti della popolazione indigena in relazione alle sparizioni.
18পোস্টের মন্তব্যের স্থানে এন ওয়াই ইন্ডিয়ান গার্ল লিখেছেন:In uno dei commenti, NY Indian Girl scrive:
19সিস্টেমকে দোষ দিতে হবে।La responsabilità è del SISTEMA.
20কানাডা, আমেরিকা ইত্যাদি দেশের উপজাতিদের মনে এই ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে।Un sistema che è stato impiantato nella mente dei Nativi Americani in Canada, Stati Uniti, eccetera.
21এই সিস্টেমের ধারণা মানসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে কোন ব্যক্তিগত মূল্য নেই, জোর করে সমাজে মেশার চেষ্টা, জোর করে বাড়ি থেকে সরিয়ে নেয়া ইত্যাদি অনুভব হয় তাদের মনে।Il sistema si è trasformato in una mentalità per cui la svalutazione di se stessi, l'assimilazione forzata, la rimozione forzata dalle proprie terre, e via dicendo, diventano normali.
22ঠিক যেভাবে দাসদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠা করা হতো, একই জিনিষ সকল আদিবাসীর সাথে করা হয়েছিল।Così come il modo di pensare del sistema fu imposto agli schiavi, lo stesso è accaduto a TUTTA la popolazione indigena d'America.
23যখন আপনার মানুষকে তাদের ভূমির জন্য বিদেশী কেউ হত্যা করে আর তার পরে সেই জাতির চিন্তা আর জীবনযাপনে অভ্যস্ত হতে তাদের বাধ্য করা হয়, এটি আপনাকে মানসিক ভাবে ভেঙ্গে ফেলে আর ফলে অত্যাচারীর সুযোগ হয় আপনাকে বিজিত করার আর ফলে আপনাকে দাবিয়ে রাখা সম্ভব হয়।Quando la tua gente viene assassinata per la sua terra da una nazione straniera e poi costretta ad assumere il sistema di pensiero e lo stile di vita di quella nazione, la tua identità viene stroncata, dando all'oppressore l'ascendente necessario per tenerti a bada.
24এইসব লোকদের কেউ জিজ্ঞেস করে নি যে তাদের সাথে কি হচ্ছে। আর একবার যখন এই প্রক্রিয়া শুরু হয়েছে, এটা ভাঙ্গা কঠিন হয়ে পড়ে।Nessuna di queste persone si è andata a cercare un simile destino, e una volta iniziato, il ciclo è difficile da rompere.
25তাই তাদের উপরে দোষ দেয়া উচিৎ নয় যারা চাননি তাদের সাথে এমন হোক, তাদের দোষ দেন যারা তাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে এমন জীবন ধারণে বাধ্য করিয়েছেন যা তাদের না।Quindi non incolpiamo chi non è responsabile per ciò che è successo, piuttosto puntiamo il dito verso chi ha rubato, forzando gli indigeni ad accettare vite che non appartenevano loro, e alle quali tuttora non appartengono.
26আমার পূর্বপুরুষেরা দাস আর আদিবাসী আমেরিকান, তাই আমি দুই দিকই দেখি।Fra i miei antenati ci sono sia schiavi che Nativi Americani, quindi comprendo entrambe le parti.
27গল্পটির জন্য ধন্যবাদ।Grazie per la notizia.
28মিডিয়ার ভূমিকাIl ruolo dei media
29ব্লগার প্যাট্রিসিয়া সিটিজেন শিফটের জন্য লেখেন।
30তিনি নারীদের প্রতি অত্যাচার নিয়ে মন্ট্রিয়ালের এক ওয়ার্কশপ নিয়ে রিপোর্ট করেছেন, আর তাদের গায়েব হওয়ার ব্যাপারে মিডিয়ার ভূমিকা নিয়ে লিখেছেন:Patricia, che scrive per Citizen Shift, espone il ruolo dei media nelle sparizione in un articolo su un seminario tenutosi a Montreal sul tema della violenza sulle donne:
31কানাডাতে হারিয়ে যাওয়া নারীর প্রায় ৫২০টি কেস রিপোর্ট করা হয়েছে।Sono 520 i casi documentati di native scomparse in Canada.
32রবার্টসন বলেছেন যে ভয়ের ব্যাপার হলো যে মিডিয়া আর পুলিশ এই ব্যাপারটি স্বীকার করতে চাননা।La cosa più allarmante, sostiene Robertson, è che la polizia e i media non sembrano prenderne atto.
33“আদিবাসী পরিবার জানেন না কার কাছে যেতে হবে।”“Le famiglie native non sanno a chi rivolgersi”.
34রবার্টসন ২০০৬ সালে কুইবেক থেকে গায়েব হওয়া ৩ জন উপজাতীয় তরুণীর ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন।Robertson prende come agghiacciante esempio il caso di tre giovani donne native scomparse nel 2006 in Quebec.
35একই সময়ে চিড়িয়াখানা থেকে সিংহের একটি বাচ্চা হারিয়ে যায়।Nello stesso periodo, un cucciolo di leone era sparito da uno zoo.
36এটার অনেক প্রচার হয় কিন্তু নারীদের কথাটা না।Quest'ultima storia fu riportata da tutti i media, mentre quelle delle giovani furono pressoché ignorate.
37পুলিশ হস্তক্ষেপ করতে চায়নি কারণ রিজার্ভ ফেডারেল শাসনের মধ্যে পড়ে আর এই তরুণীরা রিজার্ভে বাস করছিলেন।La polizia non volle interferire poiché le riserve, da dove provenivano le giovani, ricadono sotto la giurisdizione federale.
38এই গল্পের দু:খজনক সমাপ্তি ঘটে যখন খানাওয়াকের টিফানি মরিসনের মৃতদেহ পাওয়া যায় এই গ্রীষ্মে মার্সিয়ের সেতুর কাছে।La storia è finita in tragedia quest'estate, con il ritrovamento del corpo senza vita di Tiffany Morrison, di Kahnawake, vicino al Mercier Bridge.
39ত্রিশা বাপ্তি শি লাভস ম্যাগাজিনের জন্য লিখেছেন আর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার উপজাতি নারীদের কষ্টের প্রতি বাড়তি মনোযোগ দেয়ার ব্যপারে:Trisha Baptie di She Loves Magazine, invita i lettori a dare uguale importanza alle sofferenze delle donne indigene canadesi:
40গত সপ্তাহে আমার ফেসবুক ফিড দুটি জিনিষের লাগাতার স্ট্রীমে পরিণত হয়েছে: একজন সাদা, ৩০ বছর বয়সী, লম্বা (খুব লম্বা আসলে) লোকের যার জুতার সাইজ ১৬।Questa settimana, nella mia home page di Facebook, sono state due le notizie a venire pubblicate in continuazione: una riguarda Tyler, un uomo bianco, sulla trentina, alto (molto alto, a dire la verità), che porta il 49 di scarpe.
41টাইলার নামে এই ব্যক্তি পাহাড়ে চড়ার জন্যে বের হয়ে যায় দুই সপ্তাহ আগে তারপর থেকে তার ব্যাপারে কিছু শোনা যায়নি।Tyler è uscito di casa per un'escursione due settimane fa, e da quel giorno nessuno l'ha più visto nè sentito.
42টাইলার খুব ভাল মানুষ। আমাদের অনেকের বন্ধু তিনি, তিনি একজন অভিজ্ঞ হাইকার আর আমি আশা করি তাকে দ্রুত পাওয়া যাবে…Lo stimo molto, abbiamo molti amici in comune; è un escursionista professionista e spero e credo che lo troveranno presto…
43…সত্যি বলতে কানাডা ব্যাপী শত শত হারিয়ে যাওয়া মানুষ আছে-বেশীরভাগ উপজাতীয় নারী।…a dire la verità, in tutto il Canada sono centinaia le donne che scompaiono, per la maggior parte aborigene.
44এই দুই গল্পতে পার্থক্য হলো যে টাইলারের জন্য অনেক খরচ করা হচ্ছে।La differenza è che per Tyler non si bada a spese.
45আসলে টাইলারের জন্য অর্থ সংগ্রহের ব্যাবস্থা করা হচ্ছে, কিন্তু আমার বোনদের খোঁজার জন্য কিছু করা হচ্ছে না।In nome della ricerca di Tyler si organizzano eventi di raccolta fondi, mentre nessuno si preoccupa di fare tutto il possibile per trovare le mie sorelle.
46উপজাতি নারী একশন নেটওয়ার্কের (আওয়ান) সদস্য লরা হল্যান্ডের কথা অনুসারে: “আমার বোন, আমার নিখুঁত বোনদের নিখুঁত শিকার বা সাক্ষী হিসাবে ধরা হয়নি ভ্যাঙ্কুভারের আইনজীবী বা পুলিশের জন্য।”Nelle parole di Laura Holland, membro dell'Aboriginal Women's Action Network (AWAN): “Le mie sorelle, le mie sorelle [speciali], evidentemente non erano abbastanza [speciali] per i procuratori e la polizia di Vancouver.”
47আর এখানেই সমস্যার মূল নিহিত।È qui che sta il problema.
48বোঝেন যে এটা কঠিন ব্যাপার। বোঝেন যে আমি চাই যাতে টাইলারকে পাওয়া যায়।Cercate di capire quanto l'argomento sia di difficile trattazione, e quanto io desideri che trovino Tyler.
49আমি প্রার্থনা করি যাতে সে নিরাপদ থাকে।Prego che sia fuori pericolo.
50তাকে খোঁজার জন্য আমি চাই হেলিকপ্টার, ইনফ্রারেড ক্যামেরা, উদ্ধারকারী দল সব যেন ব্যবহার করা হয়।Voglio che siano usati elicotteri, telecamere a infrarossi, squadre di soccorso e qualsiasi altra cosa che possa servire a trovarlo.
51আমার প্রশ্ন হচ্ছে যে সমাজ একই কাজ কেন করছে না হারিয়ে যাওয়া নারীদের জন্য?Tuttavia mi chiedo: perché la nostra società non fa lo stesso per le donne scomparse in tutto il paese?
52কেন ‘অস্থায়ী জীবনধারণ' ‘আসক্তির ব্যাপার' ‘গৃহহীন' আর যৌনকর্মী নারীর' কথা বলে তাদের আমরা ত্যাগ করি?Perché le abbandoniamo chiamando in causa lo “stile di vita instabile”, la “tossicodipendenza” e la “prostituzione”?
53কেন সমাজে তাদের এক ঘরে করে রাখাটাকেই পুঁজি করে আমরা সব কিছু দিয়ে তাদের খুঁজি না। ঈশ্বরের ইচ্ছা দিয়ে?Perché usiamo come scusa la loro stessa marginalizzazione nella società, invece di assisterle con tutto il cuore, con il cuore del Signore?
54তিনি কি দলছুট একটা ভেঁড়াকে খুজে বের করেননি?Non andò forse Egli alla ricerca della pecorella smarrita?
55যিশুর কথা, ভালোবাসা কি এর মধ্যে পড়ে না?Non è forse il messaggio di Gesù “ama gli ultimi”?
56ছবি তুলেছেন নোফিউচারফেইস এবং ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন ২. ০ জেনেরিক লাইসেন্সের সৌজন্যেFoto di nofutureface disponibile grazie alla licenza Creative Commons Attribuzione-Noncommerciale-Condividiallostessomodo 2.0 Generico.