# | ben | ita |
---|
1 | ইরান: প্রতিবাদ এবং দমন তেহরানের প্রতিবাদ, জমহুর. | Iran: Con le proteste, aumenta la repressione |
2 | ইনফোর মাধ্যমে পাওয়া | Proteste a Teheran (da jomhour.info) |
3 | | Centinaia di migliaia di iraniani si sono riuniti in strada [in] a Teheran e in molte altre città per sostenere il candidato presidenziale Mir Hussein Mousavi [it], sfidando il divieto governativo [che proibisce qualunque manifestazione]. |
4 | যদি বর্তমানে টুইটার, ফেসবুক এবং ইউটিউব ইরানে নিষিদ্ধ, অনেক ইরানি এ ক্ষেত্রে প্রক্সিস ব্যবহার করছে, যাতে প্রতি মিনিটের তাজা খবর গুলো আটকে না ফেলা হয় ও প্রতি মিনিটের তাজা সংবাদ জানা যায়। | I dimostranti invocano l'annullamento del risultato delle elezioni presidenziali, e affermano che la vittoria conseguita il 12 giugno [it] dal presidente Mahmoud Ahmadinejad [it] sia [frutto di brogli]. Le forze di sicurezza hanno affrontato duramente i contestatori, e martedì 15 giugno, a Teheran, almeno una persona è stata uccisa [in]. |
5 | ইরানি কর্তৃপক্ষ এছাড়াও এসএমএস বা শর্ট মেসেজ পাঠানো বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকটি ওয়েব ভিত্তিক সংবাদপত্রের চ্যানেল সংবাদ বেছে প্রকাশ করতে বলেছে বা ফিল্টার করেছে। | Sebbene al momento Twitter, Facebook e Youtube siano stati oscurati, molti iraniani stanno ricorrendo a proxy [it] per aggirare i filtri e diffondere notizie aggiornate. Le autorità iraniane hanno bloccato anche gli SMS e stanno filtrando diversi siti web di informazione che diffondono posizioni riformiste. |
6 | এই সব ওয়েবে সংস্কারপন্থী মতামত প্রতিফলিত হয়। | Nella giornata di martedì Iran09 ha scritto su Twitter [in]: |
7 | ইরান০৯ আজ সকালে টুইটার করেছে: “আমি নিশ্চিত করছি চত্বরের ওখানে বাসিজের [ইসলামিক মিলিশিয়া] একটা স্টেশন রয়েছে এবং তারা ছাদ থেকে গুলি করছে। | “Confermo che c'è una base basij [in] [(la milizia islamica) presso la piazza, che sta sparando sulla folla dal tetto. #iranelection” |
8 | #ইরান ইলেকশন” জাদি টুইটার করছে: | Aggiunge Jadi sempre su Twitter [in]: |
9 | “লোকজন এখনো প্রতিবাদে যোগ দিচ্ছে। | “La gente continua a unirsi alla manifestazione. |
10 | তারা আওয়াজ তুলছে ‘মৌসাভি! | Si intona ‘Mousavi! |
11 | মৌসাভি! | Mousavi! |
12 | আমার ভোট ফিরিয়ে দাও'। | Riprenditi il mio voto' #IranElection” |
13 | #ইরান ইলকেশন”। মৌসাভি ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের ফলাফল পুন:র্বিবেচনা করতে বলেছেন। | Mousavi ha chiesto un riesame dei risultati elettorali, affermando di essere pronto a partecipare a nuove elezioni. |
14 | তিনি বলেছেন যদি নতুন করে নির্বাচন হয় তাহলে তাতে অংশ নিতে তিনি রাজী। | Alcuni filmati riguardanti le elezioni sono disponibili qui [fa]. |
15 | নির্বাচনের উপর এখানে বেশ কিছু ভিডিও সংবাদের অংশ বা ক্লিপ রয়েছে। | |
16 | প্রতিবাদ যতই বাড়ছে, বাড়ছে দমনও | Insieme alle proteste aumenta la repressione |
17 | যে সমস্ত ছাত্র রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের উপর নিরপত্তা বাহিনী আক্রমণ করেছে। | Gli studenti che nelle varie università hanno contestato le elezioni presidenziali sono stati attaccati dalla forze di sicurezza. |
18 | এখানে একটা ভিডিও ফ্লিম বা চলচ্চিত্র রয়েছে যেখানে রোববার রাতে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বা ডরমিটরির দৃশ্য দেখানো হচ্ছে। | Il seguente filmato è stato realizzato domenica sera nel dormitorio dell'Università di Teheran [it]. |
19 | তাজা সংবাদ: রোববার রাতে নিরাপত্তা রক্ষীরা তেহরান বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসলীলা চালিয়েছে ফ্লিকার স্লাইডশোতে তার ছবি দেখুন। | Aggiornamento: riportiamo una sequenza di foto pubblicate su Flickr che illustrano ulteriormente la devastazione a opera delle forze di sicurezza nel dormitorio dell'Università di Teheran domenica sera. |
20 | ফ্লিকার ব্যবহারকারী আগাহাদির মতে অনেক ছাত্রকে সে সময় জেলে পাঠানো হয়েছে। | Secondo l'utente Agha Hadi, molti studenti sono stati incarcerati. |
21 | নীচে একটা ক্লিপ দেখাচ্ছে একজন ইরানী মহিলা বাস ষ্টপে নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয়। | Nel seguente filmato vediamo una donna iraniana mentre affronta le forze di polizia a una fermata dell'autobus. |
22 | আজারমেহের এই ছবির উপর মন্তব্য করেছে: | Azarmehr commenta [in] al riguardo: |
23 | এই সব সাহসী ইরানি সিংহীদের দেখ, প্রথমে সে সরাসরি ও পরে পাশে থেকে লাথি মারে লাঠিধারী নেয়ানডারথেল বা আদিম মানব মনোভাবের এই সমস্ত দাঙ্গা দমনকার প্রহরী। | Guardate questa coraggiosa leonessa iraniana, che prende a calci le rozze guardie antisommossa munite di manganelli! |
24 | সেও লাঠীর কয়েকটি বাড়ী খেয়েছে কিন্তু এটা তার স্বাধীনতার জন্য মুল্য দেওয়া এবং সে এর জন্য পরোয় করে না। | Subisce qualche manganellate, ma è il prezzo per la libertà e non le importa. |
25 | আমাদের মাতৃভুমি ইরান ধন্য এ রকম কন্যা সন্তানের জন্ম দেবার জন্য। | Benedetta sia la nostra madrepatria Iran, che può contare su tali figlie. |
26 | ভয় ছড়িয়ে পড়েছে এবং এ রকম ঘটনা চলছেই। | Sparita la paura, l'onda continua a crescere. |
27 | তেহরান লাইভকে ইরানের লোকদের প্রতিবাদ ও প্রতিরোধরত বেশ কিছু ব্যক্তির ছবি তুলেছে যার জন্য তাকে ধন্যবাদ। | Grazie a Tehranlive [in] possiamo vedere diverse immagini dei movimenti di protesta e resistenza in Iran: Una manifestante per le strade di Teheran |
28 | গ্রীন ভোট টুইটারে সংবাদ দিয়েছিল [ফার্সী ভাষায়] যে এক সময় জনতা স্লোগান দিচ্ছিল, ‘কেউ ভয় পেও না, আমরা একসাথে আছি'। | Green Vote ha scritto su Twitter [fa] che uno degli slogan ripetuti nelle strade è ‘Non abbiate paura, siamo tutti uniti'. |
29 | গ্রীন ভোট আরো জানিয়েছিল যে মোহাম্মাদ আলী তারেক নামের এক ছাত্রকর্মী শিরাজ শহরে গ্রেফতার হয়েছে। | Aggiunge inoltre [fa] che Mohammad Ali Tarekh, uno studente attivista, è stato arrestato a Shivaz. |
30 | অনেক ব্লগার যেমন জিওটুন জানাচ্ছে [ফার্সী ভাষায়] লোকজন রাতের বেলা তাদের ঘর থেকে আওয়াজ তুলছে আল্লাহ-ও-আকবার (আল্লাহ মহান)। | Molti blogger, fra I quali Zeitoon, riferiscono [fa] che di notte si sente la gente intonare Allah-0-Akbar (Dio è grande) dalle proprie case. |
31 | মৌসাভি তাদের ছাদের উপর দাড়িয়ে আল্লাহ-ও-আকবার ধ্বনি দিতে বলেছেন। | [E' stato] Mousavi ha esortato i cittadini a intonare Allah-0-Akbar [in] dai tetti delle proprie abitazioni. |
32 | ১৯৭৮-১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের সময় লোকজন শাহের বিরুদ্ধে একই ভাবে স্লোগান দিত। | Durante la Rivoluzione Islamica del 1978-79 la gente faceva lo stesso per protestare contro lo Shah. |
33 | ওবামা কোথায়? | Dov'è Obama? |
34 | ভিউ ফ্রম ইরান একজন আমেরিকান ব্লগার, তিনি লিখেছেন: | View from Iran, un blogger statunitense, scrive [in]: |
35 | চুড়ান্তভাবে বলা যায় আমি জানি অলঙ্কারপুর্ণ ভাষা আসলে অলঙ্কারপুর্ণমাত্র। | Fondamentalmente so che la retorica è soltanto retorica. |
36 | এই একটি শব্দ যা রাষ্ট্রপতি পাল্টানানি, যদি তিনি ইতিহাস বদলানানি কিন্তু তিনি তার অংশ। | Che le parole di un presidente non cambiano la storia, sebbene ne diventino parte. |
37 | ওবামার সময় রয়েছে তার চমৎকার শব্দের দিকে তাকানো, এখনই সময়। আজ বেলা ৪টার সময় ইরানের ২০ টি শহরে প্রতিবাদ প্রর্দশিত হবে। | Tuttavia, se mai c'è stato un momento in cui si è avuto bisogno del fascino della retorica di Obama, è questo. |
38 | * আমরা বন্ধুরা রাস্তায় থাকতে চায়। | Oggi [martedì 15 giugno] alle 16 si terranno manifestazioni in 20 città iraniane. |
39 | * সেখানে বাবা-মা,সরকারী চাকুরে, হিসবারক্ষক, রিসিপশনিষ্ট, এবং অবশ্যই ছাত্ররা থাকবে। | I miei amici *vogliono scendere in strada*. |
40 | সবশেষে, সকল সংঘর্ষে আমি নিশ্চিত নই তাদের প্রদর্শনী দেখা যাবে। | Sono genitori, funzionari pubblici, ragionieri, segretari e sì, studenti. |
41 | কাজেই ওবামা আপনার চমৎকারিত্ব দেখানো শুরু করুন। | Ma, viste le violenze, non sono sicuro che si esporranno. |
42 | আপনার বাক্যে অলঙ্কার প্রয়োগ করে দেখান, ইরানকে বলুন যে আমরা যখন মেরিন সেনাদের পাঠাতে পারছি না. অন্তত আমাদের হৃদয় ইরানের সাথে আছে। | Perciò Obama, usa il tuo fascino, la forza della tua retorica per dire agli iraniani che, anche se non invieremo nel paese i nostri soldati, i nostri cuori sono con voi. |
43 | আমি জানি আপনি আমার চেয়ে ভালো কিছু করতে পারবেন। | So che puoi fare meglio di quanto io sia capace. |
44 | ইসফাহান ভুগছে | Le sofferenze di Isfanah |
45 | কেবল তেহরানেই যে প্রতিবাদকারীদের দমন করা হচ্ছে তা নয়, ইসফাহানেরর প্রতিবাদকারীরও নিরাপত্তা বাহিনীর দমনের শিকার হচ্ছে। | Teheran non è l'unica città dove i manifestanti hanno subito repressioni. Anche a Isfanah i dimostranti sono stati presi di mira dalle forze di sicurezza. |
46 | ইরান ইভেন্ট ইরানের বেশ কিছু প্রতিবাদকারীর ছবি প্রকাশিত করেছে। | Iranevents ha pubblicato [fa] diverse immagini delle proteste iraniane. Qui sotto vediamo alcune persone inseguite dalle forze di polizia: |
47 | এখানকার লোকদের নিরাপত্তা বাহিনী ধাওয়া করেছে: এবং এখানেও | Manifestanti in fuga dalla polizia Manifestanti inseguiti dalla polizia in motocicletta |