Sentence alignment for gv-ben-20120304-23147.xml (html) - gv-ita-20120229-55327.xml (html)

#benita
1থাইল্যান্ডঃ কিশোরীদের গর্ভধারণের জন্য ফেসবুককে অভিযুক্ত করা হচ্ছেTailandia: Facebook colpevole di gravidanze indesiderate?!
2বিশ্বের যে সমস্ত দেশে কিশোরীদের গর্ভধারণের হার সর্বোচচ থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম।La Tailandia è il Paese con il più alto tasso di gravidanze precoci nel mondo.
3হিসেব করে দেখা গেছে যে থাইল্যান্ডে বছরে গড়ে প্রায় ১২০,০০০ জন কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং যদি আমরা জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন গবেষণা সামাজিক বোর্ড (এনইএসডিবি)-এর উপসংহারের কথা বিশ্বাস করি তাহলে এখন কিশোরীদের এই অনাকাঙ্খিত গর্ভধারণের জন্য অংশত জনপ্রিয় যোগাযোগ সাইট ফেসবুক দায়ী।Ogni anno si stimano 120 mila gravidanze indesiderate. Questo fenomeno sarebbe da imputare al noto sito di social network, Facebook, stando alla conclusione [en, come tutti gli altri link] del National Economic and Social Development Board (NESDB) [Dipartimento tailandese sullo sviluppo economico e sociale].
4এনইএসডিবি তথ্য প্রকাশ করেছে যে দেশটির ১৮ থেকে ২৪ বছরের নাগরিকরা সবচেয়ে বেশী সংখ্যায় ফেসবুক ব্যবহার করে থাকে, যা মোট ব্যবহারকারীর ৪০ শতাংশ।Il NESDB ha rivelato che gli adolescenti tra i 18 e i 24 anni sono tra gli utenti più attivi di Facebook e rappresentano il 40% degli utenti totali.
5বোর্ড বলছে যে কিশোরীদের এই ভাবে গর্ভধারণের জন্য অংশত ফেসবুককে দায়ী করা যায় কারণ কিছু তরুণ অনলাইনে উত্তেজনাকর বার্তা বা ভিডিও ক্লিপ রাখে।Il NESDB afferma, inoltre, che lo sviluppo del social network è, in parte, la causa delle gravidanze adolescenziali in quanto alcuni giovani pubblicano online messaggi e video osé.
6ছবি পাতায়া ডেইলি নিউজের সৌজন্যেImmagine ripresa dal sito Pattaya Daily News
7অন্যদিকে সাকসিত সিয়াসোমবাত এই ঘটনার জন্য থাইল্যান্ডে যথাযথ যৌন শিক্ষার অভাবকে দায়ী করেছে:Dal canto suo, il blogger Saksith Saiyasombut sottolinea le inadeguatezze del programma di educazione sessuale in Tailandia.
8কিশোরীদের এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের জন্য সর্ব বৃহৎ সামাজিক নেটওয়ার্ক সাইটের উত্তেজক উপাদানকে দায়ী করা হচ্ছে, যার কারণে কিশোরীরা অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে।Di certo il noto social network è accusato per quei contenuti che spingono i giovani ad avere rapporti non protetti.
9অথবা এর এক অনেক সহজ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, থাইল্যান্ডের যৌন শিক্ষা প্রদানের ক্ষেত্রে থাইল্যান্ড প্রচণ্ডসমস্যা বিরাজ করছে।O la spiegazione potrebbe essere più semplice - la Tailandia ha seri problemi nell'educazione sessuale.
10যদি নৈতিক ক্ষোভকে এক পাশে রাখে যায়, তাহলে ক্ষমতাশালীরা হয়ত দেখতে পাবে যে, কিশোরীদের গর্ভধারণ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যথাযথ যৌন শিক্ষা প্রদান এবং একে এড়িয়ে যাবার বদলে যৌনতার বিষয়ে প্রকৃত বাস্তবতা গ্রহণ করা ।Se l'oltraggio morale potesse essere messo da parte, si capirebbe che l'unica soluzione ragionevole per evitare gravidanze precoci è quella di avere un'educazione sessuale appropriata e guardare in faccia la realtà, poichè il sesso esiste e non lo si può nascondere.
11রেসিফেল্ডারডো মন্তব্য করেছে যে কিশোরীদের গর্ভধারণের সাথে সামাজিক প্রচার মাধ্যমের কোন সম্পর্ক নেই:L'utente Ricefieldradio è dell'opinione che Facebook non ha nulla a che vedere con le gravidanze indesiderate:
12কিশোরীদের গর্ভধারণ অথবা যৌন মিলনের সাথে ফেসবুক এবং অন্য সব সামাজিক প্রচার মাধ্যমের আদতে কোন সম্পর্ক নেই।Facebook o altri social network non hanno nulla a che vedere con il sesso o con le gravidanze precoci.
13এটা আসলে হরমোনের বিষয়।E' tutta una questione di ormoni.
14এমনকি সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে নির্মাতার মায়ের জন্মেরও ঢের ঢের আগেও তরুণ তরুণীরা মিলিত হত।Prima che i fondatori dei social network nascessero, i giovani sapevano già avere rapporti sessuali.
15এছাড়াও টেস্টি থাইল্যান্ড, দেশটিতে যৌন শিক্ষার ক্লাশের পরিমাণ ক্রমশ কমে আসার বিষয়টি উল্লেখ করছে :Nel blog Tasty Thailand si segnala la riduzione delle ore dedicate all'educazione sessuale:
16সর্বোপরি ১৮ বছর বয়স্ক একটি মেয়ে মূলত কিশোরী, কিন্তু আইনত সে সাবালিকা, আর এটাই প্রাপ্ত বয়স্ক হবার বয়স।Dopo tutto, una diciottene può essere tecnicamente un'adolescente ma, per legge, è già un'adulta.
17কাজেই কিশোরীদের গর্ভধারণের জন্য ফেসবুককে দায়ী করার কোন মানে হয় না।Quindi dire “è colpa di Facebook” è assolutamente fuori luogo.
18থাইল্যান্ডে কিশোরীদের গর্ভধারণের পরিমাণ কমছে না কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্কুলগুলোতে ক্রমশ যৌন শিক্ষার প্রদানের হার নাটকীয় ভাবে কমিয়ে আনা হয়েছে।Perchè, infine, il crescente tasso di gravidanze precoci in Tailandia non può essere causato dalla diminuzione, negli ultimi anni, delle ore dedicate all'educazione sessuale nelle scuole?
19থাইল্যান্ডের বাবা মা তাদের সন্তানকে, সন্তান ধারণ না করার বিষয়ে শিক্ষা দিতে পারে, তারা পারে কি?O perchè i genitori non insegnano ai loro figli gli strumenti di contraccezione?
20ফ্যাক্ট বা ফ্রিডম এগেনস্ট সেন্সরশিপ থাইল্যান্ড নামক সংগঠন পিতামাতার ভূমিকার বিষয়টির উপর গুরুত্ব প্রদান করছে:Il blog FACT - Freedom Against Censorship Thailand riconosce il ruolo dei genitori: Facebook di sicuro facilita i giovani a entrare in contatto.
21নিঃসন্দেহে ফেসবুক হয়ত কাউকে কোন সম্পর্কে জড়িয়ে পড়তে সাহায্য করে, কিন্তু যে সমস্ত বাবা মা খেয়াল করে না তার সন্তান কম্পিউটারে কি করেছে তারা আসলে উত্তম পিতা মাতা না।Ma è il genitore che ha il ruolo di supervisionare il figlio al computer. Forse i figli hanno solo bisogno di giocare a calcio con gli amici!
22হয়ত ছেলের বন্ধুদের সাথে ফুটবল খেলা প্রয়োজন…অনেক বেশী বেশী ফুটবল খেলার দরকার।Queste le reazioni su Twitter. @thaimythbuster scrive:
23#THailand #Facebook Copia e incolla: Condividi anche tu il colpevole delle gravidanze precoci in Thailandia.
24@থাইমিথবাস্টারের কাছ থেকে কিছু টুইটার প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল :Mi chiedo chi fosse il colpevole dieci anni fa… Prem?
25#থাইল্যান্ড # ফেসবুক এটা করেছে এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে থাই কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে ফেসবুককে দায়ী করা হচ্ছে … বিস্মিত এই কারণে যে, দশ বছর আগে একই ঘটনার জন্য কাকে দায়ী করা হত…প্রেম?(possibile riferimento all'ex primo ministro tailandese?) @CoconutsBangkok Abbiamo sempre pensato che fosse il sesso non protetto a causare gravidanze tra gli adolescenziali.
26@কোকোনাটসব্যাংকক, ভাবনাটা ছিল যে, আমরা সব সময় ভেবে এসেছি অনিরাপদ যৌন সম্পর্কের কারণে কিশোরীরা গর্ভবতী হয়ে পড়ে, দৃশ্যত ফেসবুক আসলে এই ঘটনা ঘটায়!Invece è solo colpa di Facebook! Non è la prima volta che Facebook viene bersagliato da queste accuse.
27এমন নয় যে এবারই প্রথম কিশোরীদের গর্ভধারণের জন্য কেউ ফেসবুককে অভিযুক্ত করল, গত বছর ইন্দোনেশিয়ার মধ্য জাভার এক ধর্মীয় নেতা, দেশটির অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিবাহ করা এবং কিশোরীদের মধ্যে অনাকাঙ্খিত গর্ভধারণের হার বেড়ে যাবার কারণে সর্ববৃহৎ এই সামাজিক মাধ্যমকে দায়ী করেন।Lo scorso anno, un leader religioso della provincia indonesiana della Giava centrale accusò il gigante dei social network dell'aumento dei matrimoni tra i giovani e delle gravidanze indesiderate nel suo Paese.