# | ben | ita |
---|
1 | সিরীয় সংঘর্ষের সংবাদ গ্রহণ করতে গিয়ে ১৪ বছরের এক নাগরিক সাংবাদিক নিহত | Siria: attivista 14enne ucciso mentre riprendeva gli scontri armati |
2 | ওমার কাতিফান, ১৪ বছরের এক মিডিয়া একটিভিস্ট, ২১ মে ২০১৩ তারিখে সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দাআরা আল বালাদ নামক এলাকায় সিরীয় আর্মি এবং বিদ্রোহী ফ্রি আর্মির মধ্যে চলা সংঘর্ষে নিহত হয়েছে। . | |
3 | তরুণ প্রচার মাধ্যম প্রকল্প সিরিয়ান ডকুমেন্ট, ওমার কাতিফানের মৃত্যু বিষয়ে সংবাদ প্রদান করে এবং সিরীয় সংবাদ ব্লগ ইয়াল্লা সোরিয়া তাকে “সিরিয়ার আত্মা” বলে অভিহিত করেছে। | Il 21 maggio 2013, Omar Qatifaan, un attivista di quattordici anni, è stato ucciso mentre riprendeva gli scontri tra le Forze Armate siriane e l'Esercito Libero dei ribelli nell'area di Daraa al-Ballad, nel sud del paese, vicino il confine con la Giordania. |
4 | সিরিয়ার এই সংঘর্ষ এবং একই সাথে আরব বিশ্বের যেখানে আরব বসন্ত সংঘঠিত হয়েছে সেখানে নাগরিক সাংবাদিকদের স্থানীয় পর্যায় থেকে তুলে ধরা সংবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। | Il progetto online di una comunità di giovani, chiamato Documenti Siriani [en, come tutti i link seguenti], ha riportato la notizia della sua morte, e il blog di informazione YALLA SOURIYA l'ha soprannominato “Spirito della Siria”. |
5 | বিশ্বের কাছে বিপ্লবের কাহিনী তুলে ধরার সময় এদের অনেককে গ্রেফতার করা হয়, তাদের উপর অত্যাচার চালানো হয় এবং এমনকি এদের কাউকে কাউকে হত্যা করা হয়। এই সংঘর্ষে শিশুদেরও চরম মূল্য প্রদান করতে হয়েছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার খানেক শিশু নিহত হয়েছে। | Dall'inizio del conflitto armato siriano, così come è successo per altre sommosse della Primavera Araba, è aumentato il numero di citizen journalist che vogliono segnalare le notizie sull'attuale guerra tra le forze governative e antigovernative direttamente dal luogo di svolgimento; molti di loro sono stati arrestati, torturati e persino assassinati mentre cercavano di far conoscere al mondo la storia della rivoluzione. |
6 | মিডিয়া একটিভিস্ট ওমার কাতিফানের বয়স মাত্র ১৪ বছর এবং সিরিয়ার দাআরার যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় সে নিহত হয়। | |
7 | ছবি @রেভুল্যুশনসিরিয়ার টুইটার একাউন্ট থেকে নেওয়া। | Anche i bambini hanno pagato un prezzo altissimo a causa dei combattimenti, venendo uccisi a migliaia. |
8 | আরেক ভিডিও একটিভিষ্ট নিহত হবার পর কাতিফানের ভিডিও ধারণ করে। | Il 14enne attivista Omar, ucciso mentre riprendeva gli scontri a Daraa. Immagine dal Twitter di @RevolutionSyria |
9 | সিরিয়ানডেজঅফরেজেস এই ভিডিওর ফুটেজ ইউটিউবে পোস্ট করেছে [গ্রাফিক ভিডিও]: http://youtu.be/R4Bk6XHktsQ/embed] | Un altro attivista ha registrato un video di Omar Qatifaan dopo la sua morte; il filmato è stato diffuso su Youtube dall'utente SyrianDaysOfRage [VIDEO]: |