Sentence alignment for gv-ben-20131004-39307.xml (html) - gv-ita-20131002-85590.xml (html)

#benita
1‘চিংলিশ’ শুধরে দিতে ওয়েব ব্যবহারকারীদেরকে চীনা শহরের আমন্ত্রণCina: campagna online per correggere i cartelli in “chinglish” segnalati dai netizen
2যেকোন সার্চ ইঞ্জিনে আপনি যদি “চিংলিশ” শব্দটি লিখে ছবির জন্য খুঁজে থাকেন, তবে আপনি পাতার পরে পাতা পাবেন।
3সেখানে চীনের জনগণের স্বাক্ষরগুলো আনাড়িভাবে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। “চীনা ভাষায় ব্লগ” - এ “২০ টি উল্লসিত চিংলিশ স্বাক্ষর” শিরোনামে একটি পোস্ট আছে।L' immagine successiva appare cercando il termine “Chinglish” [en, come i link seguenti, salvo diversa indicazione] in qualsiasi motore di ricerca, e pagina dopo pagina, troviamo tanti cartelli della segnaletica cinese tradotti in inglese, ma in maniera errata.
4সেখানে “চিংলিশ”- কে আক্ষরিক অনুবাদ করার প্রচেষ্টার একটি ফল হিসেবে নির্দেশ করা হয়েছেঃIl “Chinese language blog”, spiega nel suo post “20 cartelli stradali divertenti in Chinglish”, che il “Chinglish” è prodotto da tentativi di traduzione diretta:
5উইকিপিডিয়া থেকে চিংলিশের একটি উদাহরণ।Un esempio di Chinglish tratto da Wikipedia.
6আসল অর্থ হচ্ছে, যখন ঝড়বৃষ্টি হবে, তখন পাহাড়ে উঠবেন না।Il significato originale è ‘quando ci sono temporali, per favore non scalate la montagna'.
7কিন্তু চিংলিশ চিহ্নটি বলছে, আলো প্রবন এলাকা/ দয়া করে উঠবেন না।Ma in Chinglish il cartello afferma “Zona soggetta ad illumizione, per favore non scalate la montagna.”
8ইংরেজিতে চীনা ভাষার আক্ষরিক অনুবাদের চেষ্টা করলে, আপনি এ ধরনের বাক্য পাবেন।Se si prova a tradurre in modo diretto il cinese in inglese si otteranno frasi come
9যেমন, “আমি খুব পছন্দ করি খেলতে বাস্কেটবল” (我很喜欢打篮球- ও হেন জি হুয়ান দা লান কিউ) অথবা “আমি সাথে আমার বন্ধু একসাথে খেয়েছি রাতের খাবার” (我跟我的朋友一起吃晚饭- ও গেন ও ডি পেং ইয়ো ই কি ছি ওয়ান ফান)।
10চীনা শব্দগুলোকে সরাসরি বিদেশী ভাষায় অনুবাদের চেষ্টা করলে ফলাফলটি এমন দাঁড়ায়।“I very like play basketball” -“Io molto amo giocare a calcio” (我很喜欢打篮球 wǒ hěn xǐ huan dǎ lán qiú) oppure
11এ কারনেই আমাকে ছাত্ররা “বড়দিনের বুড়ো” (圣诞老人- শেং দান লাও রেন - সান্তাক্লজ) এবং “ঝলসানো মুরগী” (火鸡- হুও জি - টার্কি) সম্পর্কে জিজ্ঞাসা করে।“I with my friend together have dinner” - “Io con i miei amici insieme ho cenato” (我跟我的朋友一起吃晚饭 - wǒ gēn wǒ de péng yǒu yī qǐ chī wǎn fàn).
12বেইজিং এবং সাংঘাইয়ের মতো শহরগুলোতে চিংলিশকে উপড়ে ফেলতে অতীতে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে।Altre volte, (il chinglish) risulta dal tentativo di tradurre direttamente parole cinesi con nomi di cose estere.
13বিশেষকরে ২০০৮ সালের অলিম্পিক এবং ২০০৯ সালের ওয়ার্ল্ড এক্সপো এর মতো আন্তর্জাতিক ইভেন্টগুলোকে সামনে রেখে এই প্রচেষ্টা চালানো হয়। যাইহোক, সেই প্রচারাভিযানগুলো ততোটা ফলপ্রসূ হয়নি।E' per questo che ci sono studenti che mi fanno domande su “Christmas old man” - “l'anziano di Natale” (圣诞老人 - shèng dàn lǎo rén cioè Santa Claus), e il “fire chicken” - ” il pollo di fuoco” (火鸡 - huǒ jī cioè il tacchino).
14কিন্তু একটি শহর আরো ভিন্ন মাত্রায় চেষ্টা চালাচ্ছে। ভুল ইংরেজি স্মারকগুলো উপড়ে ফেলতে শেনঝেন শহরটি একটি নতুন চিন্তা নিয়ে সামনে এসেছে।Ci sono stati diversi tentativi in passato per cancellare il Chinglish nelle maggiori città, come Pechino e Shanghai, prima di eventi internazionali come le Olimpiadi del 2008 e l‘Expo mondiale del 2009.
15এটি ইন্টারনেটবাসীকে ভুল স্মারকগুলোর ছবি তুলে, সেগুলো ওয়েইবো ও উইচ্যাট এর @শেনঝেন ক্যাম্পেইন ই -(@深圳E行動) ট্যাগটিতে পোস্ট করতে আমন্ত্রণ জানাচ্ছে।
16একটি স্থানীয় টেলিভিশন খবরের রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর প্রায় ৭.Però le campagne non sono state molto efficaci.
17৮ মিলিয়নের বেশি বিদেশী পর্যটক শেনঝেনে বেড়াতে আসেন।Ma in un'altra città si sta facendo un nuovo tentativo.
18এদের মধ্যে প্রায় ১ মিলিয়নেরও বেশি পর্যটক শেনঝেন শহরে ছয় মাসেরও বেশি সময় অবস্থান করে। প্রায় ২০ হাজারেরও বেশি পর্যটক অধিবাসী ভিসা পেয়েছেন এবং এই শহরে স্থায়ি হয়েছেন।A Shenzen si è sviluppata un'idea per cancellare i cartelli con l'inglese scorretto: le autorità hanno invitato i netizen a fotografare tali cartelli e caricare l'immagine su Weibo e Wechat, usando il tag @Shenzhen campaign E (@深圳E行動)[zh].
19ভবিষ্যৎ মডার্ন সার্ভিস কোপারেশন জোন ইন কিয়ানহাই - এর জন্য প্রস্তুতি নিতে, শহরটি আরো সুবিধা প্রদায়ী নীতি নির্ধারনের পরিকল্পনা করেছে।Secondo i notiziari televisivi locali [zh], ci sono circa più di 7.8 milioni di turisti stranieri che vistano Shenzen ogni giorno, e circa un milione di questi rimarrà in città per più di sei mesi.
20যেমন বিদেশীদের আকর্ষণ করতে ট্যাক্স থেকে মুক্তি, কাজের সুবিধাদি এবং বসবাসের জন্য উন্নত পরিবেশ প্রদান করবে।
21২৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে শেনঝেনের পররাষ্ট্র দপ্তর এই প্রচারাভিযানটির উদ্বোধন করেছে।Circa 20,000 stranieri hanno ottenuto il visto di residenza e vi si sono stabiliti.
22এটি আগামী দুই মাস ধরে চলবে। এতে অংশগ্রহণকারীদের ইমেইল, ওয়েইবো এবং উইচ্যাটের মাধ্যমে প্রচারাভিযান দপ্তরে ছবি পাঠাতে এবং স্মারকটি যেখানে রয়েছে সে জায়গা সম্পর্কে তথ্য সরবরাহ করতে উৎসাহিত করা হয়েছে।Per prepararsi allo sviluppo della futura Zona di Qianhai per i servizi e la cooperazione, in città si sta progettando di offrire una politica più favorevole, per esempio attraverso l'esenzione delle tasse, opportunità lavorative e un migliore ambiente di vita, per attrarre un maggior numeri di stranieri.
23এবং তাঁর সাথে ভুলের বর্ণনা ও তাঁদের সাথে যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে বলা হয়েছে।La campagna è stata lanciata dall' Ufficio degli Affari Internazionali di Shenzen il 26 settembre scorso, e durerà circa due mesi.
24তাঁদেরকে পুরস্কার হিসেবে সনদপত্র, চীনা ভাষা থেকে ইংরেজিতে অনুদিত একটি ডিকশনারি এবং কোন রকম ফি ছাড়া ইংরেজি প্রশিক্ষণ ক্লাশ প্রদান করা হবে।I partecipanti sono incoraggiati a spedire foto per la campagna via email, Weibo e Wechat, e a fornire informazioni sulla posizione del cartello, i dettagli dell'errore e i loro dettagli di contatto.
25এমনকি যদিও বেশীরভাগ স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন খবরের চ্যানেলে প্রচারাভিযানটির ব্যাপক প্রচার চালানো হচ্ছে।Saranno loro assegnati dei certificati, un dizionario cinese-inglese e corsi di formazione in inglese gratuiti.
26এবং প্রচারাভিযানের পোস্টার বিদ্যালয়গুলোতে [ম্যান্দারিন] লাগানো হয়েছে, ওয়েইবো থেকে পাওয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হচ্ছে।Anche se la campagna è stata ampiamente pubblicizzata dai principali giornali locali, dai canali televisivi e sono anche stati affissi poster relativi nelle scuole [zh], dalle reazioni [zh] che si leggono su Weibo, i netizen cinesi non ne sono molto entusiasti.
27তবে এতে চীনের ইন্টারনেটবাসীরা খুব বেশি আগ্রহী নয়।Infatti il post principale, con tutti i dettagli della Campagna E, non ha ricevuto risposte.
28যদিও ক্যাম্পেইন ই এর বর্ণনা সম্পর্কে শীর্ষ পোস্টের বিপরীতে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।