# | ben | ita |
---|
1 | তিউনিসিয়াঃ ঈদ ক্ষমা অস্বীকার করল কারাদণ্ডপ্রাপ্ত নেটিজেনরা | Tunisia: niente grazia per Jabeur Mejri |
2 | তিউনিসিয়ার টুইটার ব্যবহারকারীরা তাঁদের হতাশা ব্যক্ত করেছে, যখন তাঁরা জানতে পেরেছে যে ঈদ উৎসব উপলক্ষে তাদেরকে একটি সাম্প্রতিক রাষ্ট্রপতি ঘোষিত ক্ষমা প্রদান করা হয়েছে। | Gli utenti tunisini di Twitter hanno comunicato la loro delusione dopo aver appreso che il cyber-attivista incarcerato Jabeur Mejri non beneficerà della recente grazia presidenziale concessa in occasione dell'Aid. |
3 | কারণ, তাঁদের মধ্যে কারাদণ্ড প্রাপ্ত নেটিজেন জাবিউর মেজরি নেই। ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) - এর কার্টুন প্রকাশের অপরাধে মেজরিকে গত বছর সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। | L'anno scorso, Jabeur Mejri era stato condannato ad un anno e mezzo di carcere [it] per aver pubblicato alcune caricature del profeta Mohammad su Facebook. |
4 | তাঁর বন্ধু গাজী বেজি “ইলুশন অব ইসলাম” নামে একটি বিদ্রুপাত্মক বই ডকুমেন্ট-শেয়ারিং ওয়েবসাইট স্ক্রাইবড - এ প্রকাশ করার দায়ে অনুপস্থিতিতে একই দণ্ডে দন্ডিত হন। | Il suo amico Ghazi Beji, dopo aver pubblicato il libro satirico “L'illusion de l'islam” sul portale Scribd, si è visto infliggere la medesima condanna in contumacia. |
5 | বেজি অভিযোগ থেকে মুক্তি পেতে তিউনিশিয়া থেকে পালিয়ে যান এবং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় লাভ করেন। | Ghazi Beji aveva lasciato la Tunisia per scappare dal procedimento giudiziario ottenendo l'asilo politico in Francia. |
6 | ‘জনগণের শৃঙ্খলা বা সুনীতি কে ক্ষতিগ্রস্ত করতে নানা জিনিস প্রকাশের', ‘গণ যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অন্যদের অপমানের' জন্য এবং ‘জনগণের নৈতিকতায় প্রচন্ড আঘাত করার' জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। | |
7 | গত এপ্রিলে ক্যাসেশন কোর্ট (তিউনিসিয়ায় আপিলের সর্বোচ্চ কোর্ট) মেজরির রায় নিশ্চিত করে। | Entrambi sono stati dichiarati colpevoli di “pubblicazione di materiale immorale e lesivo dell'ordine pubblico”, “dichiarazioni ingiuriose sui social network” e “attentato alla morale collettiva”. |
8 | তাঁর প্রতিরক্ষা দল রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। | Lo scorso aprile, la condanna di Mejri è stata confermata [en] dalla Corte di Cassazione, la più alta istanza giudiziaria tunisina. |
9 | যেভাবেই হোক, ৮ আগস্ট তারিখে ইস্যুকৃত ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের তালিকায় মেজরির নাম ছিল না। | I suoi avvocati hanno richiesto la grazia presidenziale, ma Jabeur non è stato inserito nella lista dei prigionieri graziati pubblicata l'8 agosto. |
10 | ছবিটি ‘Pour la grâce présidentielle de Jabeur et Ghazi' ফেসবুক পাতা থেকে পাওয়া। | Immagine della pagina Facebook “Per la grazia presidenziale di Jabeur e Ghazi' |
11 | মেজরি ও বেজির সমর্থনকারি কমিটি একটি বক্তব্য প্রকাশ [ফ্রেঞ্চ] করেছেঃ | Il comitato di sostegno di Mejri et Beji ha pubblicato un comunicato [fr] : |
12 | রাষ্ট্রপতির দপ্তর ৩৪৩ জন কারাবন্দীকে এবং আরো ২০ জন কারাবন্দীকে বিশেষভাবে ক্ষমা করে রাষ্ট্রপতির সাধারন ক্ষমা ইস্যু করেছে। কিন্তু সে তালিকায় জাবিউর মেজরির নাম নেই। | La presidenza ha diffuso la lista dei 343 prigionieri aventi diritto alla grazia presidenziale e quella di 20 prigionieri destinati ad una grazia speciale, in nessuna delle due liste figura il nome di Jabeur Mejri. |
13 | আমরা আশা করেছিলাম যে রাষ্ট্রপতি এটা স্মরন করবেন, তিনিও জাবিউর মেজরির মতো কিছু সময় আগে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। আমরা আশা করেছিলাম, তিনি [অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মোন্সেফ মারজুকি] তার হুকুমের সময় মতামত বন্দীদের দেখতে অস্বীকার করবেন। | Abbiamo sperato che il presidente si ricordasse di essere stato, in passato, al posto di Jabeur Mejri e si rifiutasse di vedere i prigionieri di opinione durante il suo mandato ma nonostante le promesse fatte alla famiglia del condannato, il risultato rimane questo: Jabeur resta in prigione. |
14 | কিন্তু তার পরিবারের প্রতিশ্রুতি সত্ত্বেও মেজরি কারাগারে রয়ে যায়। | |
15 | এমনকি যদিও জাভিউর মেজরি কোন সন্ত্রাসী, ধর্ষণকারী অথবা কোন অপরাধী নন। | Jabeur Mejri non trascorrerà l'Aid con i suoi! |
16 | তবুও তিনি তাঁর পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন না। | Benché non sia né un terrorista né un criminale! |
17 | একজন তরুণ জাবিউর নতুন তিউনিসিয়ায় বিশ্বাস করেছিলেন এবং ভেবেছিলেন নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করার পূর্ণ অধিকার তাঁর আছে। | Jabeur è un giovane che ha creduto in una Tunisia nuova in cui ci si potesse esprimente liberamente! |
18 | জাবিউর মেজরির কখনই জেলে যাওয়া উচিৎ হয় নি! | Jabeur Mejri non sarebbe neanche dovuto entrare in prigione! (..) |
19 | (…) একটি অযৌক্তিক বিচার অনুসারে, তাঁর ফেসবুক পেজে তিনি একটি বার্তা প্রকাশ করে জন শৃঙ্খলার ক্ষতি সাধনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং যেখানে তাঁর ভক্ত সংখ্যা মাত্র ১৬ জন! | E dopo una sentenza iniqua, è accusato di “turbare l'ordine pubblico” con un messaggio su Facebook pubblicato su una pagina con 16 fan! |
20 | ‘ নিজেকে প্রকাশ করুন, মুক্তি' আমনেস্টি তিনিশিয়া ফেসবুক পাতা থেকে | Immagine sulla pagina Facebook di Amnesty Tunisia |
21 | ইন্টারনেটবাসীরা টুইটারে তাঁদের ভয়জনিত অবসাদ ব্যক্ত করেছেন। | Su Twitter, i netizen denunciano il loro sgomento: |
22 | আজ ৩ শতেরও বেশী কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে কিন্তু জাবিউর তাঁর একটি ধারনার জন্য জেলে বন্দী। | Piu di 300 detenuti liberati oggi e Jabeur sempre dietro le sbarre per le sue opinioni. |
23 | আসুন আমরা যেন এটা ভুলে না যাই। | Non dimentichiamo . |
24 | @মোন্সেফ_মারজুকি জাবিউরকে মুক্তি দাও, সে জনগণের জন্য বিপদজনক নয়। | @Moncef_Marzouki @Moncef_Marzouki Jabeur libero, non è un pericolo pubblico |
25 | আপনি ঈদ উদযাপন করছেন আর আপনার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার স্পর্ধা দেখানোর কারণে একজন তরুণ জেলে পোঁচে মরছে। | Mentre celebrate l'Aid, un giovane marcisce in prigione per aver osato mettere in dubbio le vostre certezze. |
26 | ৩৪৩ জন অপরাধীকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু একটি ক্যারিক্যাচারের কারণে জাবিউর জেলে রয়েছে ! . | 343 criminali liberati ma jaber è sempre in prigione per una caricatura! . |
27 | @প্রেসিডেন্সটিএন তাঁর অপরাধ কি? | @presidenceTN Il suo crimine? |
28 | একটি ধারনার প্রকাশ ঘটানো! | Esprimere un'idea! |
29 | পুরস্কার হিসেবে সাড়ে সাত বছরের কারাদন্ড। | Il premio sono sette anni e mezzo di prigione. |
30 | জাবিউর কোন সন্ত্রাসী নয়! | Jabeur non è un terrorista! |