# | ben | ita |
---|
1 | মেক্সিকোর রান্নাকে ইউনেস্কো মানবতার এক সুক্ষ ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে। | La cucina messicana dichiarata ‘Patrimonio Immateriale dell'Umanità’ dall'UNESCO |
2 | আপনি কি এমন কাউকে চেনেন যে এনচিলাডাস কি তা জানে না? | Conoscete qualcuno che non sa cosa siano le enchiladas ? |
3 | অথবা যে কখনো টাকোস বা অন্য ধরনের মেক্সিকোর খাবার চেখে দেখেনি? | [en,come tutti gli altri link, eccetto ove segnalato]. |
4 | মেক্সিকোর রান্না তার নানাবিধ সুগন্ধ ও রং এবং বিভিন্ন মসলার সমন্বয় ও নিজস্ব আলাদা উপাদানের জন্য পরিচিত। | O qualcuno che non ha mai mangiato dei tacos [it] o qualche altro tipo di specialità messicana? |
5 | ঐতিহ্যবাহী মেক্সিকোর খাবার ভুট্টা, সিম, এবং বিভিন্ন ধরনের মরিচের গুঁড়া সহকারে তৈরি করা হয়। | La cucina messicana [it] è famosa per la sua varietà di sapori e colori, e per la sua combinazione di diverse spezie e ingredienti unici. |
6 | চিলাকুইলেস-ছবি ফ্লিকার ব্যবহারকারী বুকগার্ল লরা টাইলরের। | Il cibo messicano tradizionale è a base di mais, fagioli e diversi tipi di peperoncini. |
7 | এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-ননডিরাইভস ২. | Chilaquiles. |
8 | ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে। জাতীয় সম্পৃক্ততা | Immagine di Laura Taylor, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic |
9 | মেক্সিকো থেকে প্রকাশিত এলসমানারিও. | Importanza Nazionale |
10 | কম. এমএক্স এর সাংবাদিক তাতিয়ানা গুতিয়ারেজ বর্ণনা করেছেন কি ভাবে মেক্সিকোর দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রয়োজনীয় ভূমিকা পালন করেছে: | Sulla rivista elsemanario.com.mx [es], la giornalista Tatiana Gutierrez descrive come il cibo abbia giocato un ruolo essenziale nella celebrazione del bicentenario del Messico: |
11 | আমরা দ্বিশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত পরামর্শ গ্রহণ, এক উচ্চমার্গীয় বিষয়ের মধ্যে দিয়ে শেষ করব, কি ভাবে? | Chiuderemo questo periodo suggestivo di celebrazioni del bicentenario con un finale perfetto: come? |
12 | মেক্সিকোর সবচেয়ে দামী যে বস্তুটি আছে, সেই রন্ধন বিদ্যা দিয়ে। | Con la cosa più preziosa che possiede il Messico: la gastronomia. |
13 | মেক্সিকোর খাবার বৈচিত্র্যময়। | Il cibo messicano varia molto all'interno del Paese. |
14 | আপনি এখানে প্রদেশ থেকে অঞ্চল, উত্তর থেকে দক্ষিণ, উষ্ণ থেকে উপকূলীয় এলাকা, পাহাড় থেকে সমতল ভূমি, ভিন্ন এলাকায় ভিন্ন খাবার পাবেন। | Ci sono grandi differenze in ogni Stato e provincia, da Nord a Sud, dalle regioni a clima caldo alle coste, e dalle montagne alle zone aride. |
15 | দেশটিতে বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায় রয়েছে। এ কারণে এখানকার বিভিন্ন খাবারের চেহারা, স্বাদ ও গন্ধ এবং বিভিন্ন রকম। | Esiste un'ampia gamma di culture e comunità nel Paese, ecco perché i piatti delle varie regioni hanno diverse consistenze, sapori e profumi. |
16 | ডেভিড এমরি তার “বিশ্বের সেরা ১০ সুস্বাদু রান্না” নামক প্রবন্ধে মেক্সিকোর নিজস্ব বৈচিত্র্যের কথা লিখেছে, যা কিনা আজকের দিনে মেক্সিকোর যে রান্না, তাকে তৈরি করেছে: | David Emery, nel suo articolo “Top 10 Most tasty cuisines in the world”, illustra la diversità internazionale che caratterizza l'odierna cucina messicana: |
17 | নানাবিধ সুগন্ধযুক্ত স্বাদ এবং মশলার কারণে পরিচিত মেক্সিকোর রান্না বিজয়ী স্প্যানিশদের অভিযানের সাথে অ্যাজটেক সংস্কৃতির মিশ্রণের ফলে সৃষ্ট। | Conosciuta per la varietà di sapori e spezie, la cucina messicana è il risultato dell'interazione tra i conquistadores spagnoli e la cultura azteca. |
18 | আজকের দিনে আমরা যে সমস্ত মেক্সিকান খাবার খাই, সেগুলো আসলে প্রাচীন অ্যাজটেক, মায়া, এবং স্প্যানিশ ঐতিহ্যের এক উপাদেয় মিশ্রণ। | Per la maggior parte, i piatti messicani di oggi sono una deliziosa combinazione di antiche tradizioni, azteche, maya e spagnole. |
19 | এখানকার খাবারে ফরাসীদের অবদান রয়েছে। যারা মেক্সিকোর খাবারে তাপে ঝলসানো রুটি জাতীয় খাদ্য সামগ্রী যোগ করেছে, যেমন মিষ্টি রুটি এবং বলিল্লো (এক ধরনের সুগন্ধযুক্ত রুটি)। | Anche i francesi hanno la loro parte nella storia, avendo aggiunto pietanze da forno come il pane dolce e il bolillo. |
20 | আভাকাদোর সাথে চিংড়ি টোস্টাডাস। | Tostadas con gamberetti e avocado. |
21 | ছবি ম্যাট সাউন্ডার। যিনি ফ্লিকার ব্যবহারকারী ম্যাটসানড্রাস হিসেবে পরিচিত। | Immagine di Matt Saunder, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-NonCommercial 2.0 Generic |
22 | এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে। | Spesso su Twitter la gente sottolinea l'importanza delle pietanze messicane nella loro vita. |
23 | টুইটার ব্যবহারকারীরা প্রায়শই তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মেক্সিকোর খাবার বিষয়ে টুইট করে থাকেন। | |
24 | মনটেরের একজন মেক্সিকাবাসী টুইটারকারী মায়েলা গনজালেজ (@মায়েলাগনজালেজ) কয়েকদিন আগে এ বিষয়ে টুইট করেছে: | Mayela Gonzalez (@mayelagonzalez), un'utente messicana di Monterrey, rilancia: |
25 | আমি মোল নামের খাবারটি খেয়েছি [মোল হচ্ছে চকলেটের সস, মরিচের গুড়া এবং অন্য মশলা দিয়ে তৈরি মাংসের খাবার)। খুবই মজাদার!!! | Ho mangiato il mole [en] [carne con salsa a base di cioccolato, peperoncino e altre spezie] =) Così delizioso!!! |
26 | #মেক্সিকানফুড। | #MexicanFood |
27 | এছাড়াও মেক্সিকোতে অবস্থানকারী টুইটার ব্যবহারকারী ইসাকো @ইসাকলোকো লিখেছে: | Isaaco @Isaacloco, anch'egli dal Messico, aggiunge: |
28 | আর আপনি এর কিছু অংশ পেতে চাইবেন… আজকে আমি সুস্বাদু সবুজ#এনচিলাডাস!!! খাব। | e per farvi un pò di invidia… oggi mangio delle deliziose #enchiladas verdi!!! |
29 | ওহ, যা সুস্বাদু!!) =) | Ohh così succulente!! =) |
30 | আন্তর্জাতিক সম্পৃক্ততা | Importanza internazionale |
31 | মেক্সিকোর খাবার যে কেবল মেক্সিকোর মধ্যে রয়ে গেছে, তা নয়; অন্যদেশের টুইটার ব্যবহারকারী মেক্সিকোর খাবার সম্বন্ধে কথা বলছে: | Ma il cibo messicano non si ferma al palato nazionale; anche gli utenti Twitter di altri Paesi parlano della cucina messicana: |
32 | যুক্তরাষ্ট্রের আলবুকারেক থেকে ক্রিস গনজালেজ (@ক্রিস১৩৫৬জে)বলছে: | Chris Gonzales (@Chris1356J) da Albuquerque, Stati Uniti, scrive: |
33 | #টাকোস, সবচেয়ে সেরা খাবার | I #tacos sono il piatto migliore |
34 | যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা জেসিকা ক্লেমন্স (@জেসিকাক্লেমন্স) বিবৃতি প্রদান করছে: | |
35 | দু:খিত#অরিজোনা.. | E la texana Jessica Clemmons (@JessicaClemmons) conferma: |
36 | তোমাদের #মেক্সিকোরখাবার আমাদের #টেক্সাসের তুলনায় কিছুই না! | No mi dispiace #Arizona… Il tuo #Mexicanfood non ha NIENTE a che vedere con il nostro in #Texas! |
37 | যদিও তা সুন্দর এক প্রচেষ্টা। | Bel tentativo però. |
38 | আমেরিকায় জন্ম নেওয়া ক্রিস্টিনা পটার মেক্সিকোর ৩১টি প্রদেশের মধ্যে ২৮টি প্রদেশ এবং রাজধানী মেক্সিকো সিটির খাবার খেয়েছেন। | |
39 | ভদ্রমহিলা তার ব্লগ মেক্সিকো কুকস!-এ এখানকার চারপাশের সংস্কৃতির সাধারণ খবার থেকে স্থানীয় খাবারের সবকিছু লিখেছেন। | La blogger statunitense Cristina Potters ha mangiato in 28 dei 31 stati del Messico e a Città del Messico. |
40 | তিনি সেদেশে যে সমস্ত রেস্তোরা রয়েছে সেগুলোর ক্রম তৈরি করেছেন এবং এমনকি কিছু খাদ্যের উপাদান সম্বন্ধে লিখেছেন। | Nel suo blog Mexico Cooks! parla di tutto ciò che riguarda i piatti tipici e locali messicani, oltre alla cultura che li circonda. |
41 | তার জীবনের ৩০ বছর পটার মেক্সিকোতে কাটিয়েছেন। এবং তিনি-এর উদ্দেশ্য, তার ব্লগে বর্ণনা করেছেন: | Fornisce dei voti ai ristoranti di tutto il Paese e propone anche alcune ricette. |
42 | এক খাদ্য বিলাসী ট্রাভেলগ-এর [ভ্রমণব্লগ], রুচি, মন এবং আত্মার জন্য এক অভিযান। ভেজিটেরিয়ান চিলিস এন নোগাডা। | Potters ha vissuto in Messico per circa 30 anni, e descrive così lo scopo del suo blog: |
43 | ছবি মেডেলিন বাল। তার ফ্লিকার পাতার নাম ম্যাডপ্রাইম। | Un diario di viaggio culinario, un'avventura per il palato, la mente e lo spirito. |
44 | এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ২. | Chili vegetariano a Nogada. |
45 | ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে। | Immagine di Madeleine Ball, ripresa da Flickr con licenza Creative Commons Attribution-ShareAlike 2.0 Generic |
46 | সম্প্রতি ইউনেস্কো মেক্সিকোর খাবারসমূহকে মুখ এবং মানবতার সুক্ষ এক ঐতিহ্যের শিল্প (মাস্টারপিস অফ দা ওরাল এন্ড ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি) সন্মানে ভূষিত করেছে। | Recentemente la cucina messicana ha ricevuto l'onore di essere dichiarata un Capolavoro del Patrimonio Orale e Immateriale dell'Umanità da parte dell'UNESCO. |
47 | ম্যাকক্লাচি নিউজপেপারস-এর মেক্সিকোর বার্তা প্রধান তার ব্লগে লিখেছে মেক্সিকো আনমাস্ক : | Tim Johnson, responsabile della sede messicana della catena dei quotidiani di McClatchy Newspapers, scrive sul suo blog Mexico Unmasked: |
48 | প্রায় ১ মাসের চেয়ে সামান্য কিছুদিন আগে মেক্সিকোর কর্মকর্তারা ঘোষণা দেন যে জাতির খাবার অবশেষে ইউনেস্কোর মানবতার সুক্ষ ঐতিহ্যের সন্মান লাভ করেছে। | Poco più di un mese fa, un funzionario messicano ha annunciato che la cucina nazionale ha finalmente ottenuto lo status di Patrimonio Culturale Immateriale dell'Umanità dall'UNESCO. |
49 | গত বছরের নভেম্বর শুরুতে কেনিয়ার নাইরোবিতে এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। | L'annuncio ufficiale è previsto per i primi di novembre a Nairobi, in Kenya. |
50 | তবে সংক্ষেপে বলা যায় মেক্সিকোর অবিশ্বাস্য বৈচিত্র্যপূর্ণ খাবার অবশেষে তার প্রাপ্য সম্মান অর্জন করল। | Ma in sintesi, l'incredibile varietà del cibo messicano sta finalmente ricevendo il dovuto riconoscimento. |
51 | আর কোন জাতির খাবারকে এই সম্মান প্রদান করা হয়নি। | Nessun altra cucina del mondo ha ricevuto questo onore. |
52 | এখন এই বিষয়টি মাথায় রাখুন: এর আগে ফ্রান্সকে এই সম্মান প্রদান করতে দুইবার অস্বীকার করা হয়। | |
53 | ফ্রান্স ২০০৮ সালে শেষবার এই সম্মানের জন্য আবেদন করেছিল। | Ora, sentite questa: la Francia è stata respinta due volte! |
54 | ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি এই বলে ঘোষণা দিয়েছেন যে “বিশ্বের সেরা রন্ধন শিল্প আমাদের রন্ধন শিল্প, অন্তত আমাদের দৃষ্টিভঙ্গিতে। | L'ultima volta che la Francia ha fatto richiesta, nel 2008, il presidente Nicolas Sarkozy ha dichiarato: “Abbiamo la migliore cucina del mondo - almenosecondo noi. |
55 | এই শিল্পকে আমরা বিশ্বের এক ঐতিহ্য হিসেবে চিহ্নিত করতে চাই। | Vogliamo che sia riconosciuta come patrimonio mondiale.” |
56 | এখন ফ্রান্স, মেক্সিকোকে ধরার চেষ্টা করবে। | Beh, la Francia ora deve rincorrere il Messico, amigos. |
57 | শুভেচ্ছা বন্ধুগণ। বৈচিত্র্যময় বৈপরীত্য, বহুবিধ সুগন্ধে ভরপুর এবং তার উত্তেজনায় ভরপুর এই রন্ধন শিল্প অবশ্যই প্রয়োজনীয়, এমনকি বিশ্বের অন্যতম রুচিকর স্বাদের জন্য। | Piena di deliziosi contrasti, diversa nei sapori e unica nelle sensazioni olfattive, questa cucina è un “must”, anche per i palati più esigenti di tutto il mondo. |