Sentence alignment for gv-ben-20120514-26715.xml (html) - gv-ita-20120513-59808.xml (html)

#benita
1স্পেন: ১২ই মে রাস্তায় নামার অনেক কারণ রয়েছেSpagna: nuove proteste di piazza e discussioni online
2এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ ইউরোপের সঙ্কট-এর অংশ। ১৫ই মে স্পেনে ১৫এম-এর প্রথম বার্ষিকী স্মরণ করা হবে।Il 15 maggio si celebra in Spagna il primo anniversario del movimento 15M (o movimento degli indignati).
3সারাদেশ জুড়ে আগামী কয়েকদিন বিশাল সংখ্যক অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে।Moltissimi gli eventi che sono stati organizzati in tutta la nazione per i prossimi giorni.
4কিছু কিছু ইতোমধ্যে - পরিবর্তনের জন্যে কর্মরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিতর্ক (আলোচনা), সহযোগিতা এবং ভাগাভাগি করার একটি জায়গা তৈরী করার উদ্দেশ্যে বার্সেলোনার ফোরাম দেলস পোব্লেস [কাতালান] (জনগণের ফোরাম) অপরাহ্ন ৬টায় প্লাসা কাতালুনিয়া'তে - শুরু হয়ে গিয়েছে।Alcuni sono già iniziati, come il Fòrum dels Pobles [cat] che si è aperto a Barcellona in Plaça Catalunya alle 18:00. L'obiettivo di questo forum è quello di creare uno spazio di dibattito, di collaborazione e di condivisione fra i vari collettivi che lavorano al cambiamento.
5১২ মে শনিবারে (১২এম) সারা স্পেনের অনেক শহরে বিক্ষোভ হতে পারে বলে আশা করা যাচ্ছে।Sabato 12 maggio (12M), si prevedono molte proteste in varie città spagnole.
6ডেমোক্রেসিয়া রিয়েল ইয়া [স্প্যানিশ] (প্রকৃত গণতন্ত্র এখনি) মঞ্চ এবং টোমালাপ্লাজা [স্প্যানিশ] (স্কোয়া্রে জায়গা নিন) পোর্টাল ভিডিও এবং চিত্রের মতো শুধুমাত্র স্থানীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলের কিছু কিছু উদ্যোগকে একসাথে করে:La piattaforma Democracia Real Ya [es, come i link se non diversamente specificato] e il portale Tomalaplaza vanno raccogliendo alcune delle iniziative sia locali che globali, comprensive di video e immagini:
7১২ই মে রাস্তার দিকে যাওয়ার বিভিন্ন রকমের অনেক এবং একইধরনের নানা কারণ রয়েছে। ইন্টারনেটে স্পেনীয় টুইটারগুলো দুই দিন ধরে এই সব কারণকে উন্মোচিত করছে।Le ragioni di queste nuove proteste sono tante e diverse, e molti cittadini ne discutono online.
8বৃহস্পতিবারে #ইয়োভয়১২এম (আমি ১২এমে যাচ্ছি) এবং শুক্রবারে #এলাপ্লাজা (স্কোয়ার অভিমূখে) চালু হওয়া হ্যাশট্যাগ স্পেন ছাড়াও সারা বিশ্বে বহুল আলোচিত বিষয়ে (টপট্রেন্ডে) পরিণত হয়েছে।L'hashtag #YoVoy12M (vado al 12M), lanciato giovedì e #ALaPlaza (alla piazza), sono rapidamente divenuti “Trending Topics” in Spagna e nel mondo mondo.
9@মান্তেপেলি টুইটগুলোর একটি গল্প বলাকে [স্প্যানিশ] সংকলন করছেন।@mantaypeli sta mettendo insieme la Storify [es] dei tweet.
10আমাদের জন্যে (এরকম) আরো কয়েকটি রয়েছে:Eccone alcuni:
11আর @Nনোফওয়েরr : #ইয়োভয়১২এম: সার্বিক গণতন্ত্রের অন্বেষায়।@Nofwer: #YoVoy12M: Alla ricerca di una democrazia totale.
12এবং এরকম ফাঁকি চলবে না।E non per finta.
13আলদানা৭২ @Aআলদানা৭২ : #এম১২#১২এম১৫এম: আমাদের ভবিষ্যতের জন্যে।@Aldana72: #M12 #12m15m: Per il nostro futuro.
14আমাদের মর্যাদার জন্যে।Per la nostra dignità.
15আমাদের যেতে হবে।Dobbiamo andare.
16এল তুনেল দেল ভিয়েন্তো @কিউএমবিএক্স : #ইয়োভয়১২এম: কারণ এটিই শ্রেষ্ঠ পথ যেটা ধরে আমরা একসঙ্গে হাঁটতে পারি।@qmbx: #YoVoy12M: perché è la strada migliore che possiamo percorrere insieme. #15M è sentirsi indignato.
17#12M è sentirsi venduto.
18পাবলো বার্বাতো @পাবলোস্কিবার্বাতো #ইয়োভয়১২এম: কারণ আমরা একথা বললে সন্ত্রাসী হয়ে যাব না যে কেবল ৪ বছর পরপর ভোট দেয়া বা ভোট দিতে যাওয়ার চেয়ে জীবনে আরো বেশি কিছু রয়েছে#12M15M è la risposta. @pabloskybarbato: #YoVoy12M: perché non bisogna essere terroristi per dire c'è qualcosa di più in questa vita che andare a votare ogni 4 anni.
19পাবলো বার্বাতো @পাবলোস্কিবার্বাতো #ইয়োভয়১২এম: কারণ আমি বিশ্বাস করি যে প্রতিষ্ঠান এবং ভক্স পোপুলি (জনমতের) বিতর্কই আমাদের এর বাইরে, অন্য কোন পরিস্থিতিতে যাওয়া্‌ একমাত্র উপায়।@pabloskybarbato: #YoVoy12M: perché credo che il dibattito della vox populi sia l'unico modo per uscira da questa situazione e da qualunque altra.
20কার্লোস গুতিয়েরেজ @কার্লোস৬০৫৪৮৬৫৪৫ : #ইয়োভয়১২এম: আমি রাজনীতিবিদদের কখনো সংকটে পড়তে দেখিনি।@carlos605486545: #YoVoy12M: Non ho ancora visto un politico in crisi.
21হুলিয়া পার্দো দোমিঙ্গো @হূলিয়া০২২: কারণ আমি তারা যা করার ধারে কাছেও যাবে না আমাদেরকে তাদের এরকম প্রতিশ্রুতি দেয়া দেখে দেখে অসুস্থ।@juulia022: Perché sono stanca che ci promettano cose che non arriveranno mai a fare.
22জে. কা্লোস ফার্ণান্দেজ @জেসি৩৬এলজে : #ইয়োভয়১২এম: শিক্ষার জন্যে (যাব) কারণ এটা স্বাস্থ্যকর এবং আমার পছন্দের।@Jc36Lj: #YoVoy12M: perché è istruttivo, perché è sano e mi piace.
23জুল্ক @জুল্কফিউশন : #ইয়োভয়১২এম: আশার সঙ্গে বিশ্বাসের ইচ্ছা পোষণ করি… “কেন?” জিজ্ঞেস করার মতো এখনো কেউ আছেন@julkfusion: #YoVoy12M: con speranza e desiderio di credere…c'è ancora qualcuno che chiede perché?
24আন্দ্রেস পোর্তিলা @আন্দ্রেগায়ামোর : #yইয়োভয়১২এম: কারণ আমরা আমাদের অন্তরে লালন করি যে নতুন একটি বিশ্ব জন্ম নিতে যাচ্ছে।@andergayamor: #yovoy12m: Perché portiamo nei nostri cuori un nuovo mondo che sta per nascere.
25না আছে কোনো শিক্ষা, কোনো স্বাস্থ্য পরিষেবা, কোন গৃহায়ণ, বা কোন নাগরিক মুক্তি।@LauraIpunto1: Niente istruzione, servizio sanitario, alloggio, salvaguardia del cittadino.
26স্পেনবাসী, গণতন্ত্রের মৃত্যু হয়েছে।Spagnoli, la democrazia è morta!!! #AlaPlaza12M
27আয়োফ্লাউতাস @আয়োফ্লাউতাস : #এলাপ্লাজা১২এম: সূর্যালোক এবং ১৩-১৪ অথবা বিতর্কগুলোর মধ্যে এরকম ডোমিনো খেলা উপভোগ করার জন্যে।@iaioflautas: #Alaplaza12M: Per godersi il sole e le 13 0 14 partite di domino tra un dibattito e l'altro.
28আন্তোনিও পার্দো @আপার্দো #এলাপ্লাজা১২এম: কারণ এটা কোন সংকট নয়, এটা একটা প্রতারণা।@apardo: #aLaPlAzA12m: perché non è una crisi, è una truffa.
29ভি দে ভাইপেরিনো @গোরিয়াতো: গতবছর ১৫-এমে আমরা আমাদের রাজনীতিবিদ একটি চরমপত্র দিয়েছিলাম।@gorriato: L'anno scorso, con #15M abbiamo dato ai politici un ultimatum.
30উন্নতি তো দূরের কথা, সবকিছু আরো খারাপ হয়েছে।Invece di migliorare, le cose sono peggiorate. #AlaPlaza12M #12M15M
31এঞ্জেল @এ_কাস: সরকার যদি তার নাগরিকদের দেখাশোনা না করে, নাগরিকরা তাদের নিজেদের দেখাশোনা করবে।@A_Cas: Se il governo non si occupa dei cittadini, saranno i cittadini a occuparsi di se stessi. #AlaPlaza12M