# | ben | ita |
---|
1 | জর্জিয়া: নতুন মিডিয়া ফোরাম | Georgia: rilanci dal New Media Forum |
2 | ডোডি খারখেলি (ছদ্মনাম ডোডি কিসি, ডোডকা), জিগা পাইচাদজে (ছদ্মনাম দভোরস্কি), মারী তালাখাজে (ছদ্মনাম সুইট), নতুন মিডিয়া ফোরাম, তিবিলিসি, জর্জিয়া: ছবি © অনিক ক্রিকোরিয়ান / ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯ | Facendo seguito al Bar Camp del Caucaso dello scorso anno a Tbilisi [in], questa settimana si è tenuto il New Media Forum [ge] sostenuto dalla Open Society Georgia Foundation [ge] (OSGF) e dal Mtatsminda Park. |
3 | গত বছর জর্জিয়ার তিবিলিসিতে ককেশাস বারক্যাম্প শেষ হওয়ার পরে নতুন খবর হচ্ছে যে এই সপ্তাহে ‘নতুন মিডিয়া ফোরাম‘ চালু হয়েছে যার পৃষ্ঠপোষকতা করেছে ওপেন সোসাইটি জর্জিয়া ফাউন্ডেশন (ওএসজিএফ) আর মাতাতসমিন্দা পার্ক। | |
4 | মতান্তরে জর্জিয়ার ব্লগ জগৎ এই এলাকার সব থেকে কম উন্নত হওয়ায়, এই দুই দিনের অনুষ্ঠান চেষ্টা করেছে বিশেষজ্ঞ দর্শকের কাছে নতুন আর সামাজিক মিডিয়ার সম্ভাবনা তুলে ধরতে। | Con la blogosfera georgiana che è probabilmente la meno sviluppata nella regione, nei due giorni l'evento ha cercato di chiarire le potenzialità dei new e social media a un pubblico specializzato. |
5 | প্রায় ২০০ সাংবাদিক, ছাত্র আর সামাজিক কর্মী জমা হয়েছেন মাতাতসমিন্দা পাহাড়ের এই পার্কে নতুন মিডিয়ার বিভিন্ন সুবিধা, ব্লগিং, সামাজিক নেটওয়ার্ক, নাগরিক সাংবাদিকতা, পডকাস্টিং, ইন্টারনেট টিভি, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা আর অবশ্যই সমাজে নতুন মিডিয়ার প্রভাব সম্পর্কে শিখতে। | Circa 200 giornalisti, studenti e attivisti sociali si riuniranno nel parco divertimenti del monte Mtatsminda per saperne di più sulle nuove opportunità offerte da new media, blogging, social network, giornalismo collaborativo, podcasting, Internet TV, sistemi di gestione dei contatti, e ovviamente sull'impatto sociale dei new media. |
6 | গ্লোবাল ভয়েসেস অনলাইন এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে আগত অতিথি বক্তাদের সাথে। | Anche Global Voices Online ha partecipato all'evento con relatori provenienti da Armenia, Azerbaijan, Georgia, Polonia, Gran Bretagna e Stati Uniti. |
7 | এই অনুষ্ঠানে উন্মোচিত হয় একটি নতুন পোর্টাল ব্লগরোল. জিই, যা এই ভূতপূর্ব সোভিয়েত প্রজাতন্ত্রের ব্লগগুলোর তালিকা করে আর ব্লগকে জনপ্রিয় করার কাজ করে। | Durante l'incontro è stato inoltre presentato Blogroll.ge [ge], portale destinato ad aggregare, indicizzare, classificare e rendere popolari i blog nell'ex Unione Sovietica. |
8 | স্থানীয় মূলধারার টিভি, প্রিন্ট মিডিয়া আর ব্লগাররা এই ফোরাম সম্পর্কে প্রচার করেছে। | Il forum è stato seguito dalla principale TV locale, dagli organi di stampa e dai blogger. |
9 | এই সুযোগে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাসের সম্পাদককে জর্জিয়ার তিনজন বিশিষ্ট আর বিখ্যাত নতুন মিডিয়ার প্রচারকের সাক্ষাৎকার নিয়েছেন - ডডি কিসি (http://dodka.ge আর http://ni2news.ge), দভোরস্কি (http://www.dgiuri.com আর http://www.face.ge) আর সুইট (http://www.sweet.ge) এর। | L'evento ha inoltre consentito all'editor regionale di Global Voices Online di intervistare tre dei più importanti e prolifici animatori dei new media locali, Dodie Kissie (http://dodka.ge e http://ni2news.ge), Dv0rsky (http://www.dgiuri.com e http://www.face.ge), e Sweet (http://www.sweet.ge). |
10 | জর্জিয়ার ব্লগারদের সাথে সাক্ষাৎকার ওয়ানডাব্লিউএমফটোর সৌজন্যে ভিমিওতে। | Le interviste con i blogger georgiani [ge] sono state pubblicate da onewmphoto [in] su Vimeo [in]. |