Sentence alignment for gv-ben-20090214-1609.xml (html) - gv-ita-20090209-668.xml (html)

#benita
1মাদাগাস্কার: প্রেসিডেন্টের রাজপ্রাসাদে মিছিল করে যাওয়ার পথে ২৫ জন নিহতMadagascar: uccise oltre 25 persone in un corteo verso il palazzo presidenziale
2মাদাগাস্কারের ক্ষমতার লড়াই নিয়ে আমাদের বিশেষ কাভারেজ দেখুনSi veda il nostro spazio speciale sugli eventi in corso in Madagascar [in].
3আজকে (৭ই ফেব্রুয়ারী, ২০০৯) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে প্রেসিডেন্টের রাজপ্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার সময়ে অন্তত ২৫ জন গুলিতে নিহত হয়েছে। এই মিছিলের আয়োজন করেছিল শহরের মেয়র আন্দ্রি রোজিওলিনা যিনি একটি রাজনৈতিক র‌্যালিতে নিজেকে নতুন ক্ষমতাসীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেন।Almeno 25 persone [in] sono state uccise sabato ad Antananarivo, capitale del Madagascar, durante un corteo di protesta diretto verso il palazzo presidenziale, indetto dal sindaco della città Andry Rajoelina, dopo che questi in un raduno politico si era dichiarato capo del nuovo governo di transizione.
4গত কয়েক সপ্তাহে, মেয়র আর প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানার মধ্যকার ক্ষমতার লড়াই সংঘর্ষ আর লুটপাটের সুত্রপাত ঘটিয়েছে।Nelle scorse settimane, una lotta di potere fra il sindaco e il presidente Marc Ravalomanana ha portato alla violenza e al saccheggio [in].
5স্থানীয় সময় বিকেলে শহরতলী আন্তানানারিভোতে রাজনৈতিক এই জমায়েত হয়।La riunione politica è avvenuta ad Antananarivo a mezzogiorno, ora locale.
6রাজিওলিনা অন্তরবর্তী সরকার গঠনের ঘোষণা দেন, নিজে তার নেতা হয়ে, এই বাস্তবতা সত্ত্বেও যে বর্তমান সরকার এখনো ক্ষমতায় আছে।Rajoelina ha annunciato la creazione di un nuovo governo di transizione, da lui guidato, malgrado il fatto che l'attuale governo fosse ancora in carica.
7তিনি তার সমর্থকদের আহবান করেন আম্বোহিতসোরোহিত্রাতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যেতে।Ha poi chiesto ai suoi sostenitori di marciare sul palazzo presidenziale in Ambohitsorohitra.
8প্রাসাদে যখন বিশাল জনসমষ্টি উপস্থিত হয়, তখন স্থানীয় সময় ১৪. ৪৬ এ তাদের একটি প্রতিনিধি দল প্রাসাদে প্রবেশ করে।Quando la gran folla è arrivata al palazzo, una delegazione è entrata alle 14:46, ora locale.
9তখনি গুলি চালানো হয়।A quel punto sono stati sparati dei colpi.
10স্থানীয় টুইটারস্ফিয়ার আর অন্যান্য ব্লগাররা জানিয়েছেন:La comunità locale di twitter e altri blogger hanno segnalato:
11প্রাথমিক খবরে ডজন ডজন মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।I primi rapporti indicano che dozzine di corpi giacciono sulle strade.
12মৃতদের মধ্যে আরটিএ টিভি স্টেশনের এক ক্যামেরাম্যানের থাকার কথা (সরকারীভাবে নিশ্চিতকরন বাকি)।Fra i colpiti, ci sarebbe un cineoperatore della stazione televisiva RTA (la conferma ufficiale è ancora in corso).
13স্থানীয় সময় ১৫:৪০ পর্যন্ত, গুলি চালানো হচ্ছিল।Alle 15:40 si stava ancora sparando.
14রাজিওলিনি এই সমস্যার সময় গঠিত দুই দল দ্বারা সমর্থিত সশস্ত্র এম্মোনাত বাহিনীকে অনুরোধ করেছেন তারা যেন হস্তক্ষেপ করে আর জনগনকে রক্ষা করে।Rajoelina ha chiesto alle forze EMMONAT, un'entità militare accettata da entrambi i partiti e creata durante la crisi, di intervenire per proteggere la folla.
15(রয়টার্স, আল জাজিরা) এর সংবাদ শিরোনাম জানিয়েছে ২৫টা মৃত্যুর খবর যাদের ছবি জাতীয় টিভিতে আসছে।I comunicati stampa (Reuters, Al Jazeera) segnalano fino a 25 morti [in], mentre le immagini arrivano sulla TV nazionale.
16বিবিসি আর এএফপি এ পর্যন্ত ৫টা মৃত্যুর কথা জানিয়েছে।La BBC e l'AFP hanno segnalato finora soltanto 5 vittime.
17ফ্রেঞ্চে লাইভ অনলাইন রিপোর্ট এখানে পাওয়া যাবে।Resconti online dal vivo sono disponibili in francese qui [fr].
18এটা “#মাদাগাস্কার” (#madagascar) এর জন্য টুইটারে লাইভ সার্চের উইজেট, যে ট্যাগ মানুষ বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছে রাজনৈতিক টেনশন আর মাঝেমাঝে সংঘর্ষের খবর প্রচারে।Quella che segue è una breve schermata da Twitter relativa a sabato pomeriggio, cercando con il tag #madagascar, già usato dalla gente nelle scorse settimane di tensione politica e sporadica violenza in Madagascar.