# | ben | ita |
---|
1 | “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না” ? | Palestina: netizen difendono la storia della Palestina con l'hashtag #there_was_no_Palestine |
2 | ফিলিস্তিন এবং আরব অঞ্চলের কয়েকজন টুইটার ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে ‘ফিলিস্তিন নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব কখনোই ছিল না' - ইসরায়েলিদের বলা এই অতি প্রচলিত উক্তিকে খণ্ডনের চেষ্টা করছেন। | Un numero crescente di utenti di Twitter, originari della Palestina o del mondo arabo in generale, sta ricorrendo al sito di micro-blogging per confutare il luogo comune israeliano secondo il quale la Palestina non sarebbe mai esistita. |
3 | সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোলডা মেয়ার একবার বলেছিলেন, “ফিলিস্তিনি জনগণ বলে কোন কিছুর অস্তিত্ব নেই”। | “Non c'è alcun popolo palestinese”, disse in passato il primo ministro israeliano Golda Meir. |
4 | ২০১১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে সাবেক ইসরাইলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড্যানি আয়ালন বলেছিলেন, “১৯৬৭ সালে ফিলিস্তিন নামে কোন আরব জাতি বা রাষ্ট্র ছিল না”। এরপর তিনি প্রশ্ন রাখেন, “আসলে কি কখনও ছিল?” | Mentre nel 2011, in un video reso pubblico su YouTube [en, come i seguenti, salvo diversa indicazione], l'allora vice ministro degli esteri Danny Ayalon affermò che “nel 1967 non vi era alcuna nazione araba o stato che rispondesse al nome di Palestina”, chiedendosi subito dopo se fosse una tale entità fosse mai esistita. |
5 | এই উক্তি সম্পর্কে ব্লগার এবং প্রাবন্ধিক জুয়ান কোল লিখেছেনঃ | Il blogger e saggista Juan Cole scrisse a proposito: |
6 | ইসরায়েলি রটনাগুলোর মধ্যে কারও দেখা অন্যতম একটি সাধারণ জোরালো উক্তি হচ্ছে, “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না”। | Una delle affermazioni più comuni che si incontrano nella propaganda sionista è che “non ci fu mai alcuna Palestina”. |
7 | প্রমাণবিহীন এই অদ্ভূত বিবৃতিটি একেবারেই সত্যি নয়। | Questa supposizione è semplicemente falsa. |
8 | সিদনের দক্ষিণে এবং সিনাইয়ের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক এলাকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন নামে পরিচিত হয়ে আসছে। | |
9 | এখানে মধ্যযুগীয় একটি টাকশাল থেকে মুসলিমদের প্রচলিত মুদ্রা তৈরি করা হত। এই মুদ্রাগুলোর গাঁয়ে “ফিলাস্তিন” (ফিলিস্তিন) নামটি খোদাই করে লেখা থাকত। | Il termine “Palestina” è stato usato per un lungo periodo per indicare l'area geografica a sud di Sidone e a nord del Sinai. |
10 | উনিশ শতকে স্থানীয় কয়েকজন লোকের ডায়রি পাওয়া গেছে। ডায়েরিগুলোতে উল্লেখ করা ছিল যে তারা দামস্কাসে ঘুরতে এসেছিলেন। | Ci sono monete medievali musulmane, coniate da una zecca locale, con incisa la scritta “Filastin” (Palestina). |
11 | এটাও লেখা ছিল যে তারা কীভাবে “ফিলাস্তিনে” তথা ফিলিস্তিনে যেতে ব্যর্থ হয়েছেন। | Vi sono, inoltre, diari di viaggiatori del diciannovesimo secolo che visitando Damasco scrivevano di come mancasse loro la Palestina. |
12 | তিনি আরও বলেছেনঃ | Aggiunge: |
13 | তারা তাদের নিজেদের পক্ষে যা বলছেন তা যদি সত্যি হয়, তবে আসলেই ফিলিস্তিন নামে কোন জাতি বা রাষ্ট্র ছিল না। পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া লীগ অব নেশন্স নিদেনপক্ষে এই রাষ্ট্রটি সৃষ্টি করার আগে এটার কোন অস্তিত্ব ছিল না। | Se quello che si sostiene è che non ci fosse uno stato-nazione chiamato Palestina prima che la Società delle Nazioni ne creasse uno, è banale. |
14 | উনিশ শতকের আগ পর্যন্ত কোন জাতি বা রাষ্ট্রেরই অস্তিত্ব ছিল না। | Non ci furono stati-nazione fino al diciannovesimo secolo. |
15 | ১৮৬০ সালের আগে “ইতালির” কোন অস্তিত্ব ছিল না। ভেনিস ছিল জেনোয়া ফ্রেঞ্চ অষ্ট্রিয়ার একটি অংশ। | Non c'era l'Italia prima del 1860, Venezia era Austriaca e Genova francese. |
16 | ১৮৭০ সালের আগে “জার্মানি” নামে কোন রাষ্ট্র ছিল না। | Non c'era Germania prima del 1870. |
17 | উনিশ শতকের আগে অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। | Solo un insieme di piccole entità, alcune delle quali sotto controllo esterno. |
18 | এসব রাজ্যের কয়েকটি আবার অন্য রাজ্যের শাসনাধীন বা প্রতাপের অধীন ছিল। মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সৌফ গত ১৫ এপ্রিল তারিখে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগের ব্যবহার শুরু করেছেন। | Lo scrittore egiziano Ahdaf Souief avviò l'hashtag there_was_no_Palestine il 15 aprile, chiedendo di contribuire con immagini di vita in Palestina prima del 1948, anno segnato dall'esodo forzato di centinaia di migliaia di Palestinesi. |
19 | তিনি ব্যবহারকারীদের প্রতি ১৯৪৮ সালের আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি এবং গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদ করার সময় তখনকার ফিলিস্তিনের জনগণের বিভিন্ন ছবি হ্যাশট্যাগটিতে পোস্ট করার আহ্বান জানিয়েছেনঃ | |
20 | ১৯৪৮ সালের পূর্বে ফিলিস্তিনিদের শহুরে জীবনের বিভিন্ন ছবি সংগ্রহ করতে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে। | Ho iniziato con l'hashtag #there_was_no_Palestine per raccogliere foto della vita cittadina palestinese prima del 1948 |
21 | হ্যাশট্যাগটি চালু করার কিছু সময় পরেই এটিতে ছবি দেয়া শুরু হয়। | Poco dopo, numerosi utenti iniziarono a postare le loro fotografie: |
22 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না #মানচিত্র। | #there_was_no_Palestine #Map. |
23 | আমার দাদার সংগৃহীত ১৯৩৯ সালের ব্রিটিশ মানচিত্রের কপি। | Copia dell'atlante britannico di mio nonno del 1939. |
24 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না এটি ১৯৪০ সালে হাইফাতে বসবাসকারী একজন ইহুদি জার্মান মেয়ের পরিচয়পত্র। | #there_was_no_Palestine un documento d'identità di una ragazza tedesca vissuta a Haifa nel 1940, con il timbro “STATO DELLA PALESTINA” Ahmed mrowat |
25 | সেখানে সিলমোহরে লেখা আছে “ফিলিস্তিন রাষ্ট্র”। | #there_was_no_Palestine #Map. |
26 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ১৯২৪ সালে রামাল্লার নারীদের আরব ইউনিয়ন। | Unione delle donne di Ramallah 1928. Immagine via ahmed mrowat |
27 | ত্রিশের দশকে লেবানন এবং ফিলিস্তিনের মধ্যকার চেকপয়েন্ট। | #there_was_no_Palestine #Map. posto di controllo tra libano e palestina intorno agli anni '30 |
28 | অতএব #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? | - Elias Khoury (@eliaskhz) April 16, 2014 |
29 | ১৯২৭ সালের ফিলিস্তিন মুদ্রা | Moneta palestinese del 1927 |
30 | ১৯৪৩ সালে ফিলিস্তিন সম্প্রচার কেন্দ্র ইয়াফাতে লরে দাক্কাস। | Laure Dakkash in una casa di radiodiffusione, Yafa, 1943. |
31 | @আরওয়া_থ আহমেদ ম্রোওয়াতের সংগ্রহশালা অবলম্বনে। | Dall'archivio di Ahmad Mruwwat @arwa_th |
32 | পুরাতন ফিলিস্তিনি পত্রিকা। | Vecchio giornale palestinese. |
33 | তাহলে আপনারা কি করে বলেন, ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? | Quindi come fai a dire che non è mai esistita la Palestina?!! |
34 | রামাল্লায় একটি বিয়ের অনুষ্ঠান। | un matrimonio a Ramallah, Palestina, 1900 |
35 | ব্যবহারকারী আলি হুসেন আল হেলু ১৯৩৯ সালে অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিনের মাঝে হওয়া একটি ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন। | L'utente Ali Hussein El Helou decise di pubblicare il video di una partita di calcio del 1939 tra Australia e Palestina. |
36 | অস্ট্রেলিয়া বনাম ফিলিস্তিনের ফুটবল খেলা (১৯৩৯): | Australia V Palestine Football Match (1939): http://t.co/7cIf2PjXWi via @YouTube |
37 | হাইথাম সাব্বাহ ১৯০০ সালেরও আগের ফিলিস্তিনি জীবনের আরও বেশ কিছু ছবির জন্য ছবির একটি তালিকা সংকলন করেছেন। | - ALI HUSSEIN EL HELOU (@ALIHUSSEINELHEL) April 21, 2014 Per ulteriori immagini, Haitham Sabbah ha compilato una lista di foto che ritraggono scene di vita in Palestina risalendo fino al 1900. |