# | ben | ita |
---|
1 | যুক্তরাষ্ট্র: “অকুপাই ওয়াল স্ট্রীট ” নামক গ্রুপ নিউ ইয়র্কের মূল অর্থনৈতিক এলাকা দখল করে রেখেছে | Stati Uniti: “Occupiamo Wall Street”, è indignazione anche a New York |
2 | নিউ ইয়র্ক সিটির গুরুত্বপুর্ণ অর্থনৈতিক এলাকায় অকুপাই ওয়াল স্ট্রীট (টুইটারে,#অকুপাইওয়ালস্ট্রিট) নামক একটি গ্রুপ শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছে, আর কানাডিয়ান প্রতিষ্ঠান এ্যাডবাস্টারস এবং হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস এই আন্দোলনকে সমর্থন করেছে। | Nel cuore del distretto finanziario di New York, il gruppo Occupy Wall Street [en, come gli altri link eccetto ove diversamente specificato] (#occupywallstreet su Twitter) ha organizzato una protesta pacifica con il supporto della rivista canadese AdBusters e il gruppo di hacker Anonymous. |
3 | আরব ও ইউরোপের বিভিন্ন দেশের নানা শহরে যে সব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। | |
4 | ওয়াল স্ট্রিট যে ভাবে কাজ করেছে, তাতে এই সব তরুণের মোটেও খুশি নয়। তাদের মতে এই অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিকে নিয়ন্ত্রণ করে, সেটিকে “কর্পোরেটোক্রেসী” বা বাণিজ্যিকীকরণ করে ফেলেছে এবং লক্ষ লক্ষ মানুষকে বেকার বানিয়ে ফেলেছে। | Ispirati dalle manifestazioni avvenute in varie città dei Paesi arabi e in Europa, questi giovani hanno voluto dimostrare la loro insoddisfazione nei confronti del modo in cui, secondo loro, Wall Street ha retto i fili dell'economia statunitense, trasformando quest'ultima in una “multinazional-crazia” e creando milioni di disoccupati. |
5 | ১৭ সেপ্টেম্বর থেকে এই গ্রুপ জুকোত্তি পার্ক দখল করে রেখেছে এবং তারা আশা করছে যা সামনের মাসগুলোতে আরো অনেক নাগরিক তাদের সাথে যোগ দেবে। | Lo scorso 17 settembre, il gruppo ha occupato Zuccotti Park con delle tende e si prevede che nei prossimi mesi altre persone si uniranno alla protesta. |
6 | এই আন্দোলনের পোস্টার। | Manifesto del movimento. |
7 | সঙ্গীতকার, চিকিৎসা কর্মী, প্রয়োজন অনুসারে গড়া এক গ্রন্থাগার এবং একটি প্রযুক্তি টিম, যারা কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রসহ নিজেদের সজ্জিত করেছে, এদের সবাইকে পার্কে পাওয়া যাবে। | |
8 | এছাড়াও বিক্ষোভকারীরা পিচবোর্ডের এর টুকরা দিয়ে ব্যানার তৈরি করেছে। | |
9 | যার মধ্যে দিয়ে মধ্যে তারা পুঁজিবাদ এবং ট্রয় ডেভিসের প্রাণদণ্ডের বিরুদ্ধে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। | Nel parco si possono incontrare musicisti, uno staff medico, una biblioteca improvvisata e una squadra tecnica armata di computer e altri dispositivi. |
10 | বিক্ষোভকারীরা এই আদর্শে এক হয়েছে যে,“আমরা হচ্ছে ৯৯ শতাংশ, যারা অবশিষ্ট ১ শতাংশের লোভ এবং দূর্নীতি সহ্য করব না”. সোফিয়া গালিসিয়ার ছবি। | I manifestanti hanno anche creato dei poster con ritagli di cartone attraverso i quali esprimono le loro idee contro il capitalismo, così come il loro rifiuto nei confronti dell'esecuzione di Troy Davis [it]. |
11 | অনুমতিক্রমে প্রকাশিত একটি পোস্টার, যা তথ্য অনুসন্ধানের জন্য অনলাইন মিডিয়ার সূত্র সমূহ প্রদর্শন করেছে। | I manifestanti sono uniti dallo slogan “Siamo il 99% che non potrà mai sopportare l'avarizia e la corruzione dell'1%”. |
12 | সোফিয়া গালিসিয়ার ছবি। | Foto di Sofía Gallisá. |
13 | অনুমতিক্রমে প্রকাশিত। | Ripresa su sua autorizzazione |
14 | সোফিয়া গালিসিয়ার ছবি। অনুমতিক্রমে প্রকাশিত। | Un cartello mostra le risorse on line per accedere alle informazioni. |
15 | সোফিয়া গালিসিয়ার ছবি। | Foto di Sofía Gallisá. |
16 | অনুমতিক্রমে প্রকাশিত। | Ripresa su sua autorizzazione |
17 | যদিও তেমন কোন ব্যাঘাত ছাডা বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে এসেছে, তারপরেও এতে গ্রেফতারের ঘটনা ঘটেছে: সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার, ২৪ সেপ্টেম্বর-এ, ৮০ জনের মত নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মূলত ” পথচারী ও যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের ঘটনা ঘটে। | Nonostante le proteste siano state portate avanti senza creare disturbo, non sono mancati gli arresti: secondo notizie recenti, sabato 24 settembre si sono verificati circa 80 arresti dovuti soprattutto a “problemi di ordine pubblico” da parte di “individui che bloccavano il traffico pedonale e la circolazione dei veicoli”, oltre a resistenza all'arresto e intralcio all'amministrazione governativa. |
18 | এছাড়াও গ্রেফতার প্রতিরোধ এবং সরকারের প্রশাসনিক কাজে প্রতিবন্ধক সৃষ্টির কারনে এই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। | Senza dubbio gli arresti non sono riusciti ad impedire che la protesta si diffondesse in altre parti della città come Union Square o Manhattan. |
19 | তবে এই ঘটনা, বিক্ষোভকারীরা শহরের অন্যান্য অংশ,যেমন ম্যানহাটানের কেন্দ্রে ইউনিয়ন স্কোয়ারে মার্চ করে যাবার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। | Nonostante i media tradizionali non abbiano offerto una copertura sufficiente sulla manifestazione, le informazioni sono state diffuse tramite i social network (Twitter, Facebook, YouTube, Vimeo, Flickr). |
20 | যখন মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রদান করেনি, তখন সকল ডিজিটাল সামাজিক প্রচার মাধ্যম এই ঘটনার সংবাদ ভরে ওঠে (টুইটার, ফেসবুক, ইউটিউব, ভিম, ফ্লিকার)। | |
21 | জাতীয় ব্যক্তিত্ব, যেমন অধ্যাপক এবং দার্শনিক কর্নেল ওয়েস্ট (@কর্নেল ওয়েস্ট) টুইটারের মাধ্যমে বিক্ষোভের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে: | Alcune personalità a livello nazionale, come il professore e filosofo Cornel West (@CornelWest) hanno dimostrato il loro appoggio alla manifestazione attraverso Twitter: |
22 | তোমাদের অভিনন্দন। | Coraggio gente. |
23 | ‘নাগরিক অবাধ্যতা' আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। | La disobbedienza civile è parte integrante del processo democratico americano. |
24 | #ওকুপাইওয়ালস্ট্রিট,http://ow.ly/6DNj1 | OccupyWallStreet http://ow.ly/6DNj1 |
25 | ভ্যান জোনস (@ভ্যানজোনস), যুক্তরাষ্ট্রের এক অন্যতম একটিভিস্ট, তিনিও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রদর্শন করেছেন, আর একই সাথে পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন। | Anche Van Jones (@VanJones68), un importante attivista statunitense, ha espresso la sua solidarietà ai manifestanti e ha criticato l'azione della polizia: |
26 | অকুপাই ওয়াল স্ট্রীটের ওই সমস্ত বিক্ষোভকারীরা সত্যিকার অর্থে খানিকটা ভালবাসা লাভের যোগ্য। | Queste persone di Occupy Wall Street meritano il nostro appoggio. |
27 | কিন্তু এনওয়াইপিডি? ডাব্লিউটিএফ? | Ma la polizia di New York? |
28 | এই ভিডিওটি দেখুন! | Che succede? |
29 | @লাইভস্ট্রিম-এর মাধ্যমে http://livestre.am/PlNN-এর ঘটনা দেখছি। | Guardate il video! http://livestre.am/PlNN via @livestream |
30 | তবে মিশেল ক্যাটালোনার-এর (@ইনদিফেড) মত টুইটার ব্যবহারকারীরা বিশ্বাস করেন যে, এই প্রতিবাদ নিজেই নিজের বৈপরীত্য প্রকাশ করছে: | Altri utenti di Twitter come Michele Catalano (@inthefade) ritengono che la protesta sia contradditoria: |
31 | এটা দেখতে এতই সুন্দর লাগছে যে অকুপাই ওয়াল স্ট্রীটের এই সমস্ত তরুণরা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আইফোন এবং অ্যানড্রয়েড দিয়ে টুইট করছে। | È così dolce vedere come i ragazzini di Occupy Wall Street stiano pubblicando messaggi su Twitter dai loro iPhone e Android. |
32 | ক্ষমতার যুদ্ধ। | COMBATTETE IL POTERE. |
33 | এ সবের মাঝেও রিকার্ডো (@জেরইকিমায়ো) [স্প্যানিশ ভাষায়] ২৪ সেপ্টেম্বর-এর রাতের ঘটনায় আরেকটি বৈপরীত্য আবিষ্কার করেছেন: | Tra gli altri, anche Ricardo (@jrickymayo [es]) ha trovato una contraddizione negli eventi della notte del 24 settembre: |
34 | আর এটা ঘটল বিশ্বের সবচেয়ে মুক্ত চেতনার দেশটিতে। | e questo succede nel paese più [sic] libero. |
35 | নিউ ইয়র্কে “অকুপাই”ওয়াল স্ট্রীট নামক প্রতিবাদের সময় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে http://bit.ly/onHB4C। | Almeno 80 i detenuti a New York durante le manifestazioni per “occupare” Wall Street http://bit.ly/onHB4C [es] |
36 | নীচে “অকুপাই ওয়াল স্ট্রীট-এর একটি ভিডিও রয়েছে, যেটিতে দেখা যাবে কি ভাবে এক শক্তিশালী নিরাপত্তা বাহিনীর দ্বারা বিক্ষোভকারীরা অবরুদ্ধ হয়ে ছিল: | Qui di seguito un video di “Occupy Wall Street” dove si vede chiaramente come i manifestanti si stringono in cordone per far fronte ad un pesante intervento delle forze dell'ordine: |