# | ben | ita |
---|
1 | রাশিয়া বলছে ইন্টারনেট চরমপন্থার প্রসার ঘটায় | Russia: internet diffonde gli estremismi |
2 | ইন্টারনেট রাশিয়ার সবচেয়ে বড় চরমপন্থী হুমকি কি? | Internet: la più grande minaccia della Russia? |
3 | লেখক দ্বারা মিশ্র চিত্র। | Immagine modificata dall'autore. |
4 | রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহিংস চরমপন্থা প্রতিহত করার জন্য একটি দশ বছর মেয়াদী কৌশলের খসড়া তৈরি করেছে যা ফেডারেল আইনের অধীনে ঘৃণাঘটিত অপরাধ থেকে শুরু করে সশস্ত্র বিপ্লব সবকিছু অন্তভুর্ক্ত করেছে । | Il Ministro dell'Interno russo ha pianificato una strategia decennale per combattere l'estremismo violento, che secondo la legge federale [ru, come i seguenti, salvo diversamente indicato] comprende tutto ciò che va dai crimini d'odio alla rivoluzione armata. |
5 | সংবাদপত্র কামেরসান্টের ফাঁস করা এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা অনুযায়ী, কর্তৃপক্ষ চরমপন্থীদের তথ্যের সূত্রের ওপর আঘাত হানবে এবং এবং চরমপন্থার ধারণার প্রসার প্রতিরোধের জন্য কাজ করবে। | Stando alla legge, rivela Kommersant al giornale, le autorità puniranno le fonti di informazione radicali e lavoreranno per aumentare la resistenza contro le idee estremiste. |
6 | পরিকল্পনাটি রাস্তায় বিক্ষোভ দেখানোকে “সমাজে মৌলবাদ প্রসারের মৌলিক উপকরণ” হিসাবে চিহ্নিত করেছে, এই যুক্তিতে যে চরমপন্থীরা অনলাইনে ঘৃণ্য ধারণা ছড়ানোর মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশকে দাঙ্গায় রুপান্তর করতে পারে। | La strategia identifica le proteste di strada come uno “strumento base per creare una società radicale,” poiché gli estremisti sono in grado di trasformare manifestazioni pacifiche in sommosse con la sola diffusione online delle loro idee. |
7 | কামেরসান্টের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন কৌশল “চরমপন্থা প্রকাশ” থেকে মনোযোগ সরিয়ে সরাসরি “চরমপন্থী মতাদর্শ” চ্যালেঞ্জ করার প্রচেষ্টার ওপর গুরুত্ব দিচ্ছে। | Stando a Kommersant, la nuova strategia del Ministro degli Interni sposta lo sforzo dello Stato dal concentrarsi sulle “manifestazioni di estremismo” al fronteggiare direttamente le “ideologie estremiste.” |
8 | বাস্তবে, এর ফলে সরকারের নজরদারী ক্ষমতার প্রসার ঘটবে যা কর্মকর্তাদের অনলাইনে সহিংস না হলেও নির্দিষ্ট ভাবাদর্শের অনুভূতি প্রচার করে এরকম তথ্যের প্রচার নিরুদ্ধ করবার ক্ষমতা প্রদান করবে। | In pratica, questo amplierebbe il potere di controllo del governo, autorizzandone i funzionari a eliminare materiale online pregno di determinati sentimenti ideologici, seppur privo di violenza esplicita. |
9 | পরিকল্পনাটিতে চরমপন্থা মোকাবেলা করার জন্য চারটি প্রধান ধাপের প্রস্তাব দেওয়া হয়: | La strategia prevede quattro principali passi: |
10 | “পরিকল্পনার লেখকেরা,” কামেরসান্ট মতে, “সুশীল সমাজ ও গণমাধ্যমের ‘আদর্শিক সমর্থন' প্রত্যাশা করছে।” | “Gli autori della strategia,” riporta Kommersant, “sperano nel “supporto ideologico” della società e dei mass media.” |
11 | রাশিয়াই একমাত্র দেশ নয় যেখানে ইন্টারনেটকে চরমপন্থা বিস্তারের একটি হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে। | La Russia non è l'unico Paese ad aver individuato Internet come un'arma degli estremismi. |
12 | উদাহরণস্বরূপ ২০১১ সালের মার্কিন সরকারের একটি রিপোর্টে ওয়েবকে ‘মৌলবাদকে সহিংসতায় রূপ দেবার ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান শক্তিশালী উপাদান' হিসেবে আখ্যায়িত করা হয় যা বিদেশে থাকা সহিংস চরমপন্থীদের সরাসরি তাদের লক্ষ্যবস্তু শ্রোতাদের সাথে সংযোগ করিয়ে দেয়। | Un report [en] del 2011 del Governo statunitense, ad esempio, si riferiva al web come a “un elemento sempre più potente facente sfociare i radicalismi in violenza, in quanto permette agli estremisti violenti sparsi nel mondo di comunicare con il loro pubblico target.” |
13 | হোয়াইট হাউজের নেতৃত্বে চরমপন্থার বিরুদ্ধে “সামগ্রিক সরকারের সমন্বয়” কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে স্কুল পরবর্তী কার্যক্রম, নতুন অভিবাসীদের সহায়তা করে এরকম কমিউনিটি ভিত্তিক সংগঠন, সহিংসতা-প্রতিরোধ কার্যক্রম, এবং অন্যান্য “নন সিকিউরিটি অংশীদার”। | La Casa Bianca conduce quello che è chiamato “whole-of-government coordination” [coordinazione dell'intero governo] contro l'estremismo, che include programmi di doposcuola, organizzazioni comunitarie che assistono i nuovi immigrati, programmi di prevenzione della violenza e di altri “partner non sicuri.” |
14 | কিন্তু রাশিয়া এর পাল্টা-চরমপন্থা নীতি ইন্টারনেটের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। | La politica anti-estremismo russa, però, potrebbe avere un impatto anche maggiore su internet. |
15 | রুনেট পর্যবেক্ষক ওয়েবসাইট টিজার্নাল ডট আরইউতে ভিক্টর স্টেপানভ লিখেছেন, “অনলাইন চরমপন্থার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ওয়েব রিসোর্স অবরুদ্ধ বা ‘ইন্টারনেট প্রদানকারীর সঙ্গে কাজ' শর্তায়িত করা না, যা রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা থেকে ভিন্ন।” | “A differenza del piano del nostro ministro dell'interno,” scrive Viktor Stepanov sul giornale TJournal.ru che monitora la RuNet, “la battaglia degli Stati uniti contro l'estremismo online non prevedeva il blocco delle risorse online o una collaborazione con i provider.'” |
16 | বিভিন্ন প্রতিবেদনে ব্যক্ত করা হয়েছে যে ওয়াশিংটনের চরমপন্থা ও ইন্টারনেট সম্পর্কে যে ভয় তা সন্ত্রাস ও জাতীয় নিরাপত্তার স্বাথে, মতাদর্শগত কোনকিছু নয়। | Voci dicono che la paura di Washington riguardo agli estremismi e a internet ha più a che fare con il terrorismo e la sicurezza nazionale che con l' ideologia di per sè. |
17 | অন্যদিকে, মস্কো, অনলাইন সামাজিক নেটওয়ার্ক এবং রাস্তায় বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছে, যা ক্রেমলিনের সন্ত্রাসবাদের তুলনায় রাশিয়ার রাজনৈতিক বিরোধীদের বিষয়ে বেশি উদ্বেগের ইঙ্গিত প্রকাশ করে। | Mosca, invece, parla di combattere i social network e le dimostrazioni in piazza, il che porta a pensare che le preoccupazioni del Cremlino riguardino più l'opposizione politica che il terrorismo. |
18 | স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পাল্টা-চরমপন্থা কৌশল উপস্থাপন করেছে মানবাধিকার সম্পর্কিত রাষ্ট্রপতি পরিষদে যা রাজনৈতিক স্বাধীনতা এবং সুশীল সমাজ বিষয়ে ক্রেমলিনকে পরামর্শ দিয়ে থাকে। | Il Ministro degli Interni ha presentato di recente la proposta anti-estremismo al Consiglio Presidenziale per i Diritti Umani, un organo consultivo che assiste il Cremlino in materie che riguardano la libertà politica e civile della società. |
19 | পরিষদের সদস্যরা ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপাতদৃষ্টিতে যা আসলে অবিরামভাবে রুনেটের স্বাধীনতা খর্বকারী আইনের তালিকায় নতুন সংযোজন মাত্র। | I membri del Consiglio hanno manifestato una reazione ambivalente a quella che è solo l di una lunga e infinita serie di leggi che corrodono la libertà del RuNet. |