# | ben | ita |
---|
1 | কারাগারে মৃত্যুবরণ করলেন আর্জেন্টিনার সাবেক সামরিক নেতা জর্জ ভিদেলা | Argentina: reazioni online alla morte dell'ex dittatore Videla |
2 | আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট জর্জ রাফায়েল ভিদেলা গত ১৭ মে, ২০১৩ তারিখে বন্দী থাকা অবস্থায় ৮৭ বছর বয়সে কারাগারের একটি সেলে মারা গেছেন। | Jorge Rafael Videla [it], ex presidente della Repubblica Argentina, è morto il 17 maggio scorso a 87 anni nel carcere in cui era detenuto. |
3 | আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসনের সময় ভিদেলা ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। কয়েক হাজার লোক নিখোঁজ [স্প্যানিশ] হওয়ায় তাঁর শাসনামলটিকে মৃত্যু দিয়ে চিহ্নিত করা হয়। | Videla fu al potere tra il 1976 e il 1981 durante la dittatura militare in Argentina, un'epoca contrassegnata dalla morte e dal fenomeno dei desaparecidos [es, come i link successivi, eccetto dove diversamente indicato]. |
4 | ১৯৮৩ সালে এই সাবেক স্বৈর শাসকের বিচার করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। | Nel 1983 l'ex dittatore fu sottoposto a processo e condannato all'ergastolo per crimini contro l'umanità. |
5 | ৩১ জন রাজনৈতিক বন্দীকে অত্যাচার এবং গুলি করে মারার অপরাধে ২০১০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। | Nel 2010 fu emessa un'ulteriore condanna all'ergastolo nei suoi confronti, con l'accusa di tortura e fucilazione di 31 prigionieri politici. |
6 | এবং ২০১২ সালে তাঁর স্বৈর শাসনামলে সদ্য ভূমিষ্ট শিশুদের অপহরন [স্প্যানিশ] করার অপরাধে তাকে আবারো ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়। | Nel 2012 fu condannato ad altri 50 anni di carcere per il sequestro di neonati durante il periodo della dittatura. |
7 | বিবিসি ওয়ার্ল্ডের একটি বিবরণীতে সদ্য মৃত জর্জের সংক্ষিপ্ত জীবনীতে [স্প্যানিশ] বলা হয়েছেঃ “তিনি ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বিতর্কিত এবং ঘৃণিত ব্যক্তি। | In un necrologio, il sito BBC Mundo riporta: “E' stato una delle personalità più controverse e odiate in Argentina e, secondo le stime delle organizzazioni umanitarie, sotto il suo regime sono morte o scomparse circa 30.000 persone.” |
8 | মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে তাঁর শাসনামলে প্রায় ৩০ হাজার লোক খুন এবং গুম হয়”। | Nella rubrica online “Vista dal terzo piano”, Jose Alejandro Godoy ha commentato i fatti avvenuti durante la dittatura di Videla: |
9 | ভিদেলা যে সময়ে আর্জেন্টিনা শাসন করেছেন, সে সময়ের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে দেসদে এল তারসার পিসো ওয়েবসাইটের জোসে আলেজান্দ্রো গদয় লিখেছেন [স্প্যানিশ]: | |
10 | তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অল্পবয়সী বাচ্চাদের নিয়মতান্ত্রিকভাবে অপহরণ, অত্যাচার, প্রোপাগান্ডার (স্টেডিয়াম থেকে কয়েক ব্লক দূরেই ছিল নির্যাতন কেন্দ্রগুলো) জন্য ফুটবল বিশ্বকাপকে ব্যবহার করা, অর্থনৈতিক অসামঞ্জস্যতা, কয়েকশত আর্জেন্টিনাবাসীর নির্বাসন, ইউনিয়নগুলো বন্ধ করে দেওয়া ইত্যাদি। | Sequestro sistematico di minori, torture, strumentalizzazione dei Mondiali di calcio a fini propagandistici (a qualche isolato di distanza dagli stadi in cui si svolgevano le partite si trovavano dei centri di tortura), un adeguamento economico mal applicato, esilio di centinaia di cittadini argentini, soppressione dei sindacati. |
11 | একটি স্বৈরাচার তন্ত্রের লজ্জাজনক বৈধতা তাঁর দ্বারা শুরু হয়েছিল। এবং এই দিনগুলোর অবসান ঘটে তখন, যখন আর্জেন্টিনার কিছু বিভ্রান্ত সামরিক অফিসার ভেবেছিলেন যে সামরিক শাসনকে দীর্ঘায়িত করার একমাত্র উপায় ফকল্যন্ডে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। | Il vergognoso retaggio di una dittatura che è iniziata con lui, e che terminò quando un militare argentino esaltato ritenne che iniziare la guerra delle Falkland sarebbe stato il modo migliore per estendere la vita del regime militare. |
12 | এবং ভিদেলার মৃত্যু নিয়ে তিনি উপসংহার টেনেছেনঃ | E, a proposito della sua morte, conclude: |
13 | কোন সুবিধা ছাড়া আজ ভিদেলা একটি সাধারণ কারাগারে মারা গেছেন। | Oggi Videla è morto in un carcere comune, senza godere di alcun privilegio, condannato all'ergastolo. |
14 | তাঁর যাবজ্জীবন শাস্তি হওয়ায়, তাকে কবর দেয়া হবে। ঠিক যেমনভাবে তিনি তাঁর শিকারদেরকে উড়োজাহাজ থেকে সাগরে ফেলে দিতেন। | Verrà seppellito in una tomba, a differenza di molte delle sue vittime che furono gettate in mare da un aereo. |
15 | আর্জেন্টিনার সমাজ তাকে ত্যাগ করেছিল বলে তাঁর একটি ঐতিহাসিক বিচার হয়েছিল। | |
16 | এই বিচার তাকে লাতিন আমেরিকার সবচেয়ে অন্ধকার পাতায় স্থান দিয়েছে। অন্যদিকে, এলএসও তাঁর ব্লগে [স্প্যানিশ] একটি ছোট বিষয়ে লিখেছেন। | Ripudiato dalla società argentina, con un giudizio storico che lo colloca nelle pagine più buie della storia dell' America Latina. |
17 | সেখানে তিনি ভিদেলাকে একজন “মর্যাদাসম্পন্ন কর্মকর্তা এবং সৈন্যবলে আখ্যা দিয়েছেন। তিনি […] একটি লক্ষ্য অর্জন করেছেন, যা তাকে সম্মান এনে দিয়েছে”। | Al contrario, LSO ha scritto un breve articolo sul suo blog, in cui parla di Videla come di un “ufficiale e soldato dignitoso […] artefice di una missione che gli valse l'onore.” |
18 | #মুরিওভিদেলা [ভিদেলা মারা গেছেন] হ্যাশট্যাগের অধীনে, ব্যবহারকারী @কামি_কোতারেলোর [স্প্যানিশ] মতো কয়েক হাজার আর্জেন্টিনাবাসী এই খবরটিতে প্রতিক্রিয়া জানিয়েছেনঃ | |
19 | রোসারিও শহরের মিলিটারি নির্যাতন কেন্দ্র এখন একটি জাদুঘর। | Centro di tortura militare, oggi sede del Museo della Memoria - Città di Rosario. |
20 | ছবিঃ লরা স্নেইডার। | Foto: Laura Schneider |
21 | @কামি_কোতারেলোঃ #মুরিওভিদেলার জন্য কোন উদযাপন নয়। কিন্তু প্রায় ৪০ বছর পর আজ ৩০ হাজারেরও বেশি লোক শান্তিতে ঘুমাতে পারবে। | Sotto l'hashtag #MurioVidela (Videla è morto), migliaia di argentini, come l'utente @Cami-cotarelo, hanno espresso le proprie reazioni alla notizia: |
22 | অনেক আর্জেন্টিনাবাসীর মত, সিসিলিয়া সাইয়া (@সিসিসাইয়া) [স্প্যানিশ] ও একই অনুভূতি ব্যক্ত করেছেনঃ | @Cami_Cotarelo: Non si festeggia #LamortediVidela, ma il fatto che oggi, dopo quasi 40 anni, più di 30.000 persone riposano in pace. |
23 | @সিসিসাইয়াঃ আজ পৃথিবী থেকে একটি পিশাচ কমে গেল। | Anche Cecilia Saia (@Cecisaia) ha espresso un sentimento condiviso da molti argentini: |
24 | যদি মৃত্যুর পরে কোন কিছু থাকে, তবে সে যে কয়েক হাজার গুন অত্যাচার করেছে, তা যেন আবার তাঁকে ফেরত দেয়া হয় #মুরিওভিদেলা | @Cecisaia: Oggi c'è un mostro in meno nel mondo. Se c'è qualcosa dopo la morte, che gli restituisca mille volte di più tutto ciò che ha fatto. |
25 | শান্তিতে নোবেলজয়ী অ্যাডলফ পেরেজ ইসকুইভেল (@প্রেনসাপিইসকুইভেল) [স্প্যানিশ] তাঁর টুইটার একাউন্টে লিখেছেনঃ | #muriovidela Adolfo Perez Esquivel [it](@PrensaPEsquivel), Premio Nobel per la Pace, ha scritto sul suo profilo Twitter: |
26 | @প্রেনসাপিইসকুইভেলঃ #মুরিওভিদেলা এমন একটি মানুষ যে দেশ ও মানবতাকে অত্যন্ত গভীরভাবে আঘাত করেছে। | @PrensaPEsquivel: #MurióVidela, un uomo che ha causato molto dolore al Paese e all'umanità. |
27 | চক্রটি শেষ হয়নি; আমাদের আরো #ভারদাদ (সত্য) এবং #জাসটিশিয়া (ন্যায়বিচার) খুঁজে বের করা প্রয়োজন। | Non si è concluso un ciclo, bisogna cercare più #verità e #giustizia. |
28 | টুইটারে ইনফোবায়ে আরো বেশি প্রতিক্রিয়া নিয়ে একটি ঐতিহাসিক পোস্ট [স্প্যানিশ] প্রকাশ করেছেন। | L'utente Infobae ha pubblicato un post su Storify che raccoglie molti altri commenti apparsi su Twitter. |