Sentence alignment for gv-ben-20120420-25163.xml (html) - gv-ita-20120422-57837.xml (html)

#benita
1ব্রাজিল: ওয়াশিংটন শহরে আমাজান এলাকায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলিBrasile: omaggio alle vittime per la tutela delle foreste amazzoniche
2এই প্রবন্ধটি আমাজান নামক বনের উপর মনোযোগ প্রদান করে তৈরী করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। সোমবার ৯ এপ্রিল ২০১২ তারিখে, ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুশেফ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক সরকারি সফরে যান।Il 9 aprile scorso il presidente brasiliano Dilma Rousseff [it] si è recata in visita ufficiale nella capitale degli Stati Uniti, Washington.
3সেদিন স্থানীয় সময় সকাল ১০. ০০ টায় ১০০ জনের মত নাগরিক আমাজান এলাকায় নিহতের প্রতি একাত্মতা প্রদর্শন করে, তাদের ছবি এবং বার্তা সাথে নিয়ে ব্রাজিলীয় দূতাবাসের সামনে জমায়েত হয়।Alle 10 del mattino circa (ora locale), un centinaio di persone si sono radunate davanti all'ambasciata brasiliana, con immagini e slogan in segno di solidarietà verso i caduti dell'Amazzonia.
4এই সকল একটিভিস্ট উদ্দেশ্য ছিল, যে সকল ব্রাজিলীয় জনগন আমাজান নামক রেইনফরেস্ট রক্ষা করতে গিয়ে নির্যাতিত হচ্ছে এবং মারা যাচ্ছে, তাদের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষন করা, এবং ব্রাজিল যেন এই সমস্ত কর্মকাণ্ডের আরো সমালোচনা করে, তার প্রতিজ্ঞা আদায় করা।Gli attivisti volevano attirare l'attenzione sui brasiliani uccisi e perseguitati per il loro impegno nel proteggere le foreste pluviali amazzoniche, e annunciano ulteriori critiche al Brasile [pt]. Ecco di seguito maggiori dettagli su questi brasiliani e sulle loro lotte.
5এই সমস্ত ব্রাজিলীয় নাগরিক ও তাদের কার্যকারণ সম্পর্কে আরো একটু বেশি জানতে আমরা আপনাদের আমন্ত্রন জানাচ্ছি।Zé Cláudio, Maria do Espírito Santo e Laísa, “con un proiettile in testa”
6জে ক্লাউদিয়ো, মারিয়া ডো এস্পেরিতো এবং লাইসা “মাথায় বুলেট নিয়ে ঘোরা”।Un cartello con Zé Cláudio. Foto di Felipe Milanez (ripresa con autorizzazione)
7এই সময়ে ব্রাজিলের সাংবাদিক ফিলিপে মিলানেজ ওয়াশিংটনে উপস্থিত আছেন। তিনি নিজে তার টুইটার একাউন্টে(@ফেলিপেডেজেগুকা)Il giornalista brasiliano Felipe Milanez era a Washington e ha condiviso le foto dei preparativi e della manifestazione stessa sul suo Twitter (@felipedjeguaka [es]).
8এ জে-ক্লাউদিয়োর পোস্টার, ছবি ফেলিপে মিলানেজের (অনুমতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে)।Milanez è stato una delle voci più attive nel dare visibilità a queste vittime nella regione dell'Amazzonia.
9ফিলিপে মিলানেজকে প্রায়শই প্রায়শ সংরক্ষণবাদী এবং পরিবেশবাদী হোসে ক্লাউদিয়ো সিলভার সাথে তুলনা করা হয়। পারার নোভা আইপিক্সুনার শহরের কাছে ২৪ মে ২০১১- তারিখে, জোসে ক্লাউদিয়োকে তার স্ত্রী মারিয়া ডো এস্পেরিতো সান্তো সহ খুন করা হয়।È stato spesso paragonato all'ambietalista ecologista José Cláudio da Silva, ucciso assieme a sua moglie [en], Maria do Espírito Santo, il 24 maggio 2011 nei dintorni della città di Nova Ipixuna, Pará.
10এর ছয় মাস আগে জে ক্লাউদিয়ো নামে পরিচিত এই নাগরিক টেডএক্স আমাজনিয়ায় একটি উপস্থাপনার সময় ব্যাখ্যা করেছিলেন যে অবৈধ বৃক্ষ কর্তনকারীরা এই এলাকায় এক হুমকির সৃষ্টি করছে এবং তিনি মাথায় একটি বুলেট নিয়ে বেঁচে আছেন, কারণ যে কোন সময় তাকে খুন করা হতে পারে।Sei mesi prima, Zé Cláudio - com'era conosciuto - spiegò nel corso di una relazione su TEDx Amazônia [es] che i talglialegna abusivi stavano diventando una minaccia per la regione e di star vivendo con un “proiettile in testa”: l'avrebbero potuto ammazzare da un momento all'altro.
11নভেম্বর ২০১১-এ, মিলানেজ এবং ভাইস ম্যাগাজিন নামক পত্রিকা, টক্সিকঃ আমাজনিয়া নামক একটি তথ্যচিত্র প্রকাশ করে যা একই সাথে রেইন ফরেস্ট রক্ষা এবং নোভা আপিক্সুনার অজস্র অবৈধ বৃক্ষ নিধনকারীদের বিষয়ে।Nel novembre 2011, Milanez e la rivista Vice hanno realizzato un documentario Toxic: Amazônia [it], sulla difesa delle foreste pluviali e l'abbondanza di taglialegna abusivi a Nova Ipixuna.
12৯ ফ্রেব্রুয়ারিতে মারিয়ার বোন শিক্ষিকা লিয়াসা সান্তোষ সাম্পাইও নিউ ইয়র্কের জাতিসংঘে দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দম্পতির হয়ে মরণত্তোর পুরস্কার গ্রহণ করে, যা আন্তর্জাতিক বন বর্ষ উপলক্ষে প্রদান করা হয়।Il 9 febbraio, la sorella di Maria, l'insegnante Laísa Santos Sampaio, si trovava a New York, alle Nazioni Unite, per ricevere un tributo postumo alla coppia in una cerimonia che chiudeva l'Anno Internazionale delle Foreste.
13মৃত্যুর হুমকি সত্ত্বেও লাইসা, নোভা আইপিক্সুনার, পারিলতা পিরানহেইরা নামক বসতিতে বাস করার জন্য ফিরে গেছে। .Laísa è ritornata a vivere nell'insediamento Praialta Piranheira, a Nova Ipixuna, nonostante abbia ricevuto minacce di morte.
14লাইসাকে রক্ষার জন্য কর্তৃপক্ষর প্রতি আবেদন জানিয়ে ফিলিপে মিলানেজ ১২ ফেব্রুয়ারি তারিখে টুইটারে একটি দাবী প্রকাশ করে [পর্তুগীজ ভাষায়]:Il 12 febbraio, Felipe Milanez pubblicava [pt] una petizione su Twitter chiedendo alle autorità di proteggere Laísa:
15আজ রাতে লাইসা মারবায় এসে পৌঁছেছে, এবং সে ভয় পাচ্ছে যে তাকে খুন করে ফেলা হবে।Laísa arriverà a Maraba stasera. E teme di essere uccisa!
16লাইসা সাম্পাইয়োর জীবন দ্রুত রক্ষার জন্য দরখাস্ত।http://t.co/qAvLBScwPetizione per la protezione immediata di Laísa Sampaio http://t.co/qAvLBScw
17এই বিক্ষোভে যে সমস্ত পোস্টার প্রদর্শন করা হয়েছে, তার সবকটি তৈরী করেছে শিল্পী সিজার মাক্সিত, যার একটি বলা হচ্ছে, “আমি লাইসা: আমি বাঁচতে চাই”।Tra i cartelli della manifestazione, tutti frutto dell'artista César Maxit, ce n'era uno che diceva Laísa: “Voglio vivere. ”. "La Amazzonia e la sua gente vogliono vivere".
18Cartelli con foto di Maria do Espírito Santo, Zé Cláudio da Silva e Chico Mendes, un ambientalista ucciso ad Acre nel 1988.
19আমাজান এবং তার বাসিন্দারা বাঁচতে চায়।Foto di Felipe Milanez (autorizzata).
20নিলসিলেনা ডে লিমা, ডিনহানা ডিঙ্ক এবং বন্দুকধারীদের হুমকিNilcilene de Lima, Dinhana Dink e la minaccia degli uomini armati
21নিলসিলেনা: আমি বাঁচতে চাইঃ ছবি ফিলিপে মিলানেজ (অনুমতিক্রমে প্রকাশিত)Nilcilene: Voglio vivere. Foto di Felipe Milanez (autorizzata).
22নিলসিলেনা মিগুয়েল ডে লিমার কথাও ভুলে যাওয়া উচিত নয়।Neanche Nilcilene Miguel de Lima è stata dimenticata.
23আমাজানের লাব্রেয়া শহরে ২০০৯ সালে ভূমিদস্যু এবং অবৈধ বনখেকোদের কাছ থেকে পাওয়া মৃত্যুর হুমকির পর তিনি এখন জাতীয় গণ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তায় আছেন।Dopo aver ricevuto, sin dal 2009, minacce di morte dai razziatori di terre e dai taglialegna abusivi della citta di Lábrea, Amazonas, adesso ha la protezione da parte delle Forze Nazionali di Pubblica Sicurezza.
24ভুমি দখল এবং গাছ চুরির বিরুদ্ধে অভিযোগ করার পর, নিলসিলেনাকে পেটানো হয় এবং তার বাড়িতে আগুন দেওয়া হয়।Come rappresaglia per le sue lamentele sull'invasione delle terre ed il furto di alberi, Nilcilene è stata aggredita e la sua casa è stata incendiata.
25মার্চ ২০১২-এ গ্লোবাল ভয়েসেস এর একটি পোস্টে, ব্রাজিলে খুনের সাথে কৃষি অর্থনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।In un articolo di Global Voices [it] del marzo scorso viene analizzato il legame tra le morti e l'economia agraria.
26৩০ মার্চে নিলসিলেনা ঘনিষ্ঠ সহযোগী ২৭ বছর বয়স্ক ডিনহানা ডিঙ্ককে, নোভা ক্যালিফোর্নিয়ার রোন্ডানিয়া নামক গ্রামে খুন করা হয়, এর কিছুদিন আগে তার পরিবার সেখানে গিয়ে বসতি স্থাপন করেছিল।Il 30 marzo, la ventisettenne Dinhana Dink, che lavorava in stretta collaborazione con Nilcilene, è stata uccisa in un villaggio, dove recentemente si era trasferita la sua famiglia, in Nova Califórnia, Rondônia.
27এজেন্সি এ পুব্লিকার সূত্রানুসারে [পর্তুগীজ ভাষায়], কোন কোন বন্দুকধারীরা সেখানকার গ্রামগুলোতে হামলা চালায়, কৃষকদের উপর আক্রমণ করে এবং তাদের হত্যা করে, ডিনহানাকে এই বিষয় সম্বন্ধে জানত।Secondo la redazione di inchiesta A Pública [pt], Dinhana venne informata degli uomini armati che facevano incursioni, attaccavano e uccidevano i contadini della regione.
28ভোরবেলা তাঁর বুকে গুলি চালানো হয়, তার তিনটি সন্তানের মধ্যে ছয় বছরের তিয়াগো সে সময় তার সাথে ছিল।Era con uno dei suoi tre figli, Tiago di sei anni, quando le spararono al petto alle prime ore del mattino.
29নিলসিলেনার ঘনিষ্ঠ বেশ কিছু পরিবার ইতোমধ্যে লাব্রেয়া ছেড়ে চলে গেছে, বিশেষ করে আমাজানের এই শহরে যখন কোন পুলিশ নেই।Molte famiglie vicine a Nilcilene hanno lasciato Lábrea, dato che la città amazzonica non ha servizio di sicurezza.
30অবৈধ বৃক্ষ নিধনকারী এবং তাদের পোষা বন্দুকধারীরা সেখানে অর্জিত ক্ষমতার চর্চা করে।Sono i taglialegna abusivi e i loro uomini armati ad esercitare il potere de facto.
31বেলো মন্টে জলবিদ্যুৎ কেন্দ্র এবং রিও +২০La centrale idroelettrica di Belo Monte e Rio+20
32বেলো মন্টে নামক জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক রয়েছে, নির্মাণাধীন এই কেন্দ্রটি পারা জেলার শিঙ্গু নদীর উপর অবস্থিত, যা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র।Ci sono critiche anche alla centrale idroelettrica di Belo Monte, tuttora in costruzione sul fiume Xingu a Pará, e progettata per essere la terza più capace al mondo.
33২০১১ সালে ভোল্টা গ্রান্ড ডো শিঙ্গু নামক এলাকার আদিবাসী এবং নদী তীরবর্তী বাসিন্দা এবং তাদের সাথে ব্রাজিলের অন্য শহর এবং বিশ্বের নাগরিকরা, সামাজিক এবং পরিবেশগত প্রভাবের কারণে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাকে “না” বলেছে [পর্তুগীজ ভাষায়]।Nel 2011, gli indigeni e le comunità sul versante del fiume nella regione di Volta Grande do Xingu, come anche altre città brasiliane e del resto del mondo, hanno detto “no” alla centrale [pt] a causa dell' impatto sociale e ambientale.
34ওয়াশিংটনে ব্রাজিলীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, যেখানকার এক পোস্টারে লেখা রয়েছে “বেলো মন্টো নামক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ কর।"Proteste davanti alla ambasciata brasiliana di Washington: Fermate Belo Monte; Basta Violenza!
35হানাহানি যথেষ্ট হয়েছে!”" Foto di Felipe Milanez (autorizzata).
36ছবি ফিলিপে মিলানেজের (অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে)। সম্প্রতি কিছু শ্রমিকের মৃত্যুর ২৯ মার্চ থেকে এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।Recentemente, il 29 Marzo, la costruzione è stata interrotta in seguito alla morte di un operaio.
37৪ এপ্রিলে দাঙ্গা প্রতিরোধ দলকে ডাকা হয় যাতে শ্রমিকরা কাজে ফিরে যায়, কিন্তু শ্রমিকদের অনেকে এই ঘটনার প্রতিরোধ করেছে। শিঙ্গু ভিভোর সাইট-এর সূত্রানুসারে [পর্তুগীজ ভাষায়]:Il 4 aprile, sono stati chiamati i mezzi antisommossa per obbligare gli operai a proseguire la costruzione, ma alcuni di loro hanno opposto resistenza, come riportato dal sito [pt] Xingu Vivo.
38রিও-২০: যেখানে মানবাধিকার এক “সবুজ পুঁজিবাদে” পরিণত হয়েছে?"Rio-20: dove i diritti umani diventano 'capitalismo verde'?".
39ছবি ফিলিপে মিলানেজ (অনুমতিক্রমে প্রকাশিত)।Foto di Felipe Milanez (autorizzata).
40টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘের সম্মেলন নিয়েও প্রশ্ন উঠেছে, জুন মাসে ব্রাজিলে রিও-২০ নামক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা।Sono emerse anche questioni riguardanti la conferenza ONU sullo sviluppo sostenibile, Rio+20, in programma a giugno a Rio de Janeiro.
41মারিয়া ডো এস্পেরিতো সান্তো এবং জে ক্লাউদিয়ো রিবেরিয়া ডা সিলভা।Maria do Espírito Santo e Zé Cláudio Ribeiro da Silva.
42ছবি ফিলিপে মিলানেজ (অনুমতিক্রমে প্রকাশিত)Foto di Felipe Milanez (autorizzata).
43গুয়ারানি কাইওয়ার ভুমিতে হুমকিMinacce alla terra dei Guarani-Kaiowá
44৮ এপ্রিলে, নৃবিজ্ঞানী টোনিকো বেনিতেজ-এর প্রদান করা সংবাদ [পর্তুগীজ ভাষায়] ফেসবুকে বেশ কয়েকবার শেয়ার করা হয়েছে।L'8 aprile, la relazione dell'antropologo Tonico Benites' [pt] è stata condivisa parecchie volte su Facebook .
45পারানহোস-এর পোউর অঞ্চল মাটো গ্রস ডো সল-এর ইরাজুই নামক গ্রামে স্ত্রী পুত্র সহ গাড়ি চালিয়ে যাবার সময় সে যে হয়রানীর মুখোমুখি হয়েছে এটি তারই বর্ণনা।Fa il resoconto delle vessazioni subìte mentre tentava di raggiungere in auto, con moglie e figli, il vilaggio di Irajuí, nella municipalità di Paranhos, Mato Grosso do Sul.
46বেনিতেজ জানাচ্ছেন যে রাস্তায় যে ব্যক্তিটি তার গাড়ি থামায়, সে জানত যে সে গুয়ারানি কাইওয়ার ঘটনা তদন্ত করতে যাচ্ছে এবং উক্ত ব্যক্তি বলে:Benites racconta di come l'uomo che lo ha fermato per strada sapesse che stava indagando per conto de i Guarani-Kaiowá e disse:
47““ তোমার স্ত্রী এবং সন্তান আছে তাই না, তাই নাt?“Hai moglie e figli, giusto?
48তুমি তাদের পছন্দ কর, তাই না?Ti piacciono, eh? Di' qualcosa.”
49কিছু একটা বল” আমি বললাম হ্যাঁ।Dissi di sì.
50তখন সে আমাকে হুমকি প্রদান করা শুরু করল।Allora cominciò a minacciarmi.
51তুমি সকল কিছু হারাবে, তোমার স্ত্রী এবং সন্তানদের যাদের তুমি ভালবাস, তাদের তুমি হারাবে, তোমার গাড়ি, তোমার টাকা পয়সা, সবকিছু।“Perderai tutto, la donna e i bambini che ami, li perderai. Perderai l'auto.
52তুমি কি এ সব হারাতে চাও, তুমি কি তা চাও?I soldi. Perderai tutto.
53সে বেশ কয়েকবার এই প্রশ্নটি করে গেল।Vuoi perdere tutto? Vuoi?”
54গ্লোবাল ভয়েসেস-এ আর আগে যেমনটা সংবাদ প্রদান করা হয়েছিল, এখন ইক্ষু এবং সয়া চাষীদেরকে গুয়ারানি কাইওয়া নামক এলাকা আকর্ষণ করছে।Ripetette questa domanda più volte. Come già riportato su Global Voices [it], le terre dei Guarani-Kaiowá attraggono gli avidi coltivatori di soia e di canna da zucchero.
55১৮ নভেম্বর ২০১১-এ আমাম্বাই, মাতো গ্রস ডে সাল- নামক এলাকার টেকো গুয়াভারি শিবিরে কিছু লোক প্রবেশ করে উক্ত সম্প্রদায়ের প্রধান নিশিও গোমেজ-সহ নারী ও শিশুদের খুন করে এবং অন্যদের অপহরণ করে নিয়ে যায়।Il 18 novembre 2011, quarantadue uomini entrarono nell'accampamento di Tekoha Guaviry ad Amambaí, Mato Grosso do Sul, uccidendo il capo Nísio Gomes, una donna e un bambino, e rapendo altri.