Sentence alignment for gv-ben-20141124-45682.xml (html) - gv-ita-20141128-93693.xml (html)

#benita
1এ বছর নেপালের গড়িমাই উৎসবে কতটি পশু প্রাণ হারবে?Nepal: quanti animali moriranno quest'anno al Festival di Gadhimai?
2নেপালের গড়িমাই উৎসবে দেবীর উদ্দেশ্য মহিষ বলি দেওয়ার জন্য কসাইরা প্রস্তুত।Macellai pronti a sacrificare i bufali d'acqua al festival di Gadhimai in Nepal (C) Diwakar Bhandari, usata con permesso.
3কপিরাইট দিবাকর ভাণ্ডারির, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Il Nepal sta per ospitare uno dei più grandi massacri rituali di animali al mondo.
4মুসলমানদের ঈদুল আজহার পরে বিশ্বের অন্যতম এক বৃহত্তম ধর্মীয় উৎসবে প্রাণী বলি দেওয়ার আয়োজক রাষ্ট্র হচ্ছে নেপাল। এখানে প্রতি পাঁচ বছরে একবার উদযাপিত গড়িমাই উৎসবে বারা জেলায় শতশত, হাজার হাজার তীর্থযাত্রীকে স্বাগত জানানো হয়।Secondo solo al festival musulmano di Eid-ul-Azha, il festival di Gadhimai [en, come tutti i link seguenti se non diversamente indicato], che viene celebrato ogni cinque anni, accoglierà centinaia di migliaia di pellegrini [nep] nel distretto di Bara [it].
5এই সপ্তাহে শুরু হওয়া এই উৎসব একমাস ধরে চলবে ।Il festival, iniziato questa settimana, viene osservato per un mese.
6এতে পশু বলি দেওয়া হবে আগামী সপ্তাহের ২৮ এবং ২৯ নভেম্বর তারিখে।Il sacrificio degli animali è in programma per il 28 e 29 novembre.
7উৎসবে পশুদের প্রতি যে আচরণ করা হয় তার বিরুদ্ধে সম্মিলিত ভাবে আওয়াজ ওঠা সত্ত্বেও এর আয়োজক কমিটি পরিকল্পনা অনুসারে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।Nonostante il crescente clamore per il trattamento degli animali durante il festival, il comitato organizzativo ha deciso di continuare come da programma.
8যুক্তরাষ্ট্রে টার্কি নামের বড় মোরগ জবাই করার সাথে গড়িমাই উৎসবের প্রাণী হত্যার কোন সর্ম্পক নেই।L'abbattimento dei tacchini negli USA non ha nessun legame con la morte degli animali a Gadhimai.
9সকল ধরনের হত্যা খারাপ।Tutte le uccisioni sono negative, alcune più di altre.
10কিছু কিছু তো জঘন্য।Ad es.
11যেমন গড়িমাই-এ প্রাণী বলি প্রদান।Gadhimai.
12এটা নিষ্ঠুর এক প্রথা।E' crudele.
13এই প্রথা বন্ধ করুন।Non fatelo.
14নেপালের ৫০০,০০০ প্রাণীর আপনার কণ্ঠস্বরের প্রয়োজন।500.000 animali in Nepal hanno bisogno della tua voce.
15দয়া করে গড়িমাই-এর নিষ্ঠুর ধর্মীয় পশু বলি প্রথা বন্ধ করুন।@kirstiealley per favore aiutaci a fermare il crudele massacro rituale di Gadhimai
16ধর্মীয় বিশ্বাসের আবরণে পরিচালিত হচ্ছে মন্দ কাজ, প্রাচীন এক বিশ্বাসের সুবিধা গ্রহণ এবং সেটির বিকৃত ঘটানো হয়েছে।Dietro alla facciata della credenza religiosa, un insidioso male guida, sfrutta e distorce le credenze antiche.
17এই উৎসবে, অংশগ্রহণকারীরা দুই দিনের এই সময়ের মধ্যে ৫০০,০০০ টি প্রাণী বলি দেয়।I partecipanti al festival sacrificano circa 500.000 animali nel corso di due giorni.
18বলি দেওয়ার জন্য আনা এই পশুগুলোর ৭০ শতাংশ আসে ভারত থেকে। ভারতের সর্বোচ্চ আদালত অবৈধভাবে নেপালে পশু পাচার বন্ধে এক আদেশ জারি করেছে।Dato che circa il 70% degli animali proviene dall'India, la Corte Suprema indiana ha pubblicato un'ordinanza per fermare il trasporto illegale di animali in Nepal.
19ব্রান্ডেনবার্গ তোরণের কাছে পশু সাম্য নামক প্রতিষ্ঠানের পশু অধিকার কর্মীরা নেপালের গড়িমাই উৎসবে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ পশু বলি প্রথার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে।Gli attivisti di Animal Equality hanno protestato presso la Porta di Brandeburgo contro il più grande sacrificio rituale di animali al mondo, a Gadhimai in Nepal. Hanno usato sangue sulle mani e cartelloni con le foto degli animali uccisi.
20ছবি ফ্লোরিন বাইলোট-এর।Foto di Florian Boillot.
21কপিরাইট ডেমোটিক্সের (২৮/১০/২০১৪)।Copyright Demotix (28/10/2014)
22গোর্খা নাগরিক অধিকার-এর প্রবক্তা জোয়ান্না লুমলেই এর আয়োজকদের আহ্বান জানিয়েছেন যেন তারা গড়িমাই উৎসবে পশুবলি প্রথা বাদ দেয়।Joanna Lumley, sostenitrice dei diritti civili dei Gurkhas [it], ha esortato [it] i funzionari a proibire il sacrificio degli animali al festival di Gadhimai.
23লুমলেই, ব্রিটিশ সংগঠন “বিশ্ব খামার-এর ক্ষেত্রে সহানুভূতি” (ক্যামপ্যাশান ইন দি ওয়ার্ল্ড ফার্মিং বা সিআইডাব্লিউএফ)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যা কিনা নেপালে পশু কল্যাণে-এর বিষয় নিয়ে কাজ করে থাকে।
24একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান এবং সিআইডাব্লিউএফ মিলে যৌথভাবে এই উৎসবের বিরুদ্ধে অনলাইনে একটি দরখাস্তের স্পনসর করছে।Lumley è ambasciatrice dell'organizzazione britannica Compassion in World Farming [nep] (CIWF), promotrice del benessere degli animali.
25অন্য সব অনলাইন দরখাস্তও গাধিমাই উৎসবে পশুদের প্রতি যে আচরণ করা হয় তার বিরোধীতা এগিয়ে এসেছে।Animal Welfare Network Nepal, un'organizzazione simile, e CIWF stanno promuovendo una petizione online congiunta contro il festival.
26অনেকে উৎসবে দেবীর উদ্দেশ্য উৎসর্গের জন্য পশু বলি বন্ধ করার লক্ষ্যে প্রচারণা শুরু করেছে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে, এর মাধ্যমে কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে তারা প্রাণীদের প্রতি এই নিষ্ঠুর আচরণ বন্ধ করে।Sono state create altre petizioni online in opposizione al trattamento degli animali al festival di Gadhimai. Molti manifestanti, per fermare il sacrificio all'evento, sono attivi sui social media, e stanno facendo pressione sulle autorità affinchè reprimano severamente la violenza usata sugli animali.
27তবে, উৎসবে প্রাণীদের প্রতি এই আচরণের বিরুদ্ধে যে সব একটিভিস্ট, অনলাইনে কেবল তারা তাদের বক্তব্য উপস্থাপন করছে এমনটা নয়।Tuttavia, gli attivisti contrari alle pratiche del festival sugli animali non sono le sole voci online.
28এই উৎসবের সমর্থকরা উল্লেখ করছে কি ভাবে এই উৎসব পরিবারের সদস্যদের মাঝে মিলন ঘটায়, যা প্রায়শ তাদের অন্য প্রান্তে নেপাল সীমান্তে বাস করা আত্মীয়কে একত্রিত করে।I sostenitori punta l'attenzione sul fatto che il festival riunisca le famiglie, spesso con parenti che vivono ai lati opposti dei confini del Nepal. Queste persone sostengono che le celebrazioni aiutano a rafforzare i legami comuni del paese.
29যেমন বলা যায়, গড়িমাই মন্দিরের পুরোহিত এক থারু সম্প্রদায়ের নাগরিক, যেখানে বেশীর ভাগ মন্দিরের উপাসক মণ্ডলী বর্ণ বিভাজিত নেপালের উচ্চ বর্ণে অবস্থান করা মাধোশী সম্প্রদায় থেকে আসে।Ad esempio, il sacerdote del tempio di Gadhimai è un Tharu, mentre la maggior parte dei devoti sono appartenenti alle classi inferiori della gerarchia, sempre nell'ambito delle caste della società dei Madhesi.
30নেপালে এই বিশাল পরিমাণ পশু বলি হিসেবে উৎসর্গ করা হয় হিন্দুদের শক্তির দেবী গড়িমাইকে।Macello di massa degli animali dedicato alla dea Hindu del potere.
31ছবি কোজি-এর।Gadhimai, Nepal.
32২৩ নভেম্বর ২০০৯-এ তোলা।Immagine di Koji.
33কপিরাইট ডেমোটিক্সের।23 Novembre 2009. Copyright Demotix.
34অন্যরা উল্লেখ করছে যে উৎসবে বলি দেওয়া পশুর সংখ্যার সাথে যদি যুক্তরাষ্ট্রের মত দেশের পশু শিল্পের তুলনা করা হয়, সেক্ষেত্রে এই উৎসব উক্ত শিল্পের পাশে বিবর্ণ দেখাবে, যেখানে গত বছর খাওয়ার জন্য গড়ে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ পশু হিসেবে বছরে ৯১ কোটি পশু জবাই করা হয়েছে।Altri fanno notare come il massacro di animali del festival non sia niente se confrontato all'industria del bestiame in un paese come gli Stati Uniti, dove 9.1 miliardi di animali sono stati uccisi per l'alimentazione lo scorso anno, una media di circa 25 milioni di animali al giorno.
35বৌদ্ধ ধর্ম ছাড়া, হিন্দু, খ্রিষ্টান, এবং ইসলাম ধর্মে কোরবানি কিংবা বলি হিসেবে সৃষ্টিকর্তা বা দেবতার উদ্দেশ্য পশু উৎসর্গ করার বিধান লেখা রয়েছে।Ad eccezione del Buddismo, l'Induismo, il Cristianesimo e l'Islam hanno elementi di sacrificio degli animali.
36যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করেছে তা হচ্ছে গড়িমাই উৎসব বিরোধীদের শব্দ চয়ন, “বর্বর” “নিষ্ঠুর”, “অমানবিক”Quello che mi disturba è il vocabolario dei oppositori del festival di Gadhimai: “barbarico”, “crudele”, “disumano”
37হিন্দু ধর্মে পৈশাচিকতা আরোপ করা এবং আমাদের সংস্কৃতিকে উপহাস করা পশ্চিমা নাগরিক এবং পশ্চিমা চিন্তা ধারা প্রভাবিত আধুনিক ধারণা, এমনকি মধ্যপন্থী হিন্দুকে গোঁড়া হিসেবে চিহ্নিত করবে।La demonizzazione dell'Induismo e la derisione della nostra cultura da parte degli occidentali e dei progressisti occidentalizzati porterà alla radicalizzazione anche degli Hindu moderati.
38নাগরিকরা যেখানে এই উৎসব নিয়ে এখনো বিভক্ত, সেখানে একটিভিস্ট এবং এই উৎসবে পশুবলি প্রথা বিরোধিতায় অংশগ্রহণকারীরা একই ভাবে তাদের এই আন্দোলনে আরো নাগরিককে যুক্ত করে কেবল সচেতনতা বৃদ্ধির আশা করতে পারে।Con persone ancora divise sul festival, gli attivisti e i partecipanti possono solo sperare di sensibilizzare più persone a sostegno della loro causa.
39উৎসব পশু বলি বিরোধী কেউ কেউ বিশ্বাস করে যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির উপায় অনুসন্ধান না করে, স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি হতে পারে গড়িমাই উৎসবে প্রাণী হত্যা বন্ধের আরো বেশী গ্রহণযোগ্য উপায়।Piuttosto che cercare di fare pressione a livello internazionale, alcuni degli oppositori al festival ritengono che la sensibilizzazione a livello locale potrebbe essere uno strumento più efficace per frenare gli abusi sugli animali a Gadhimai.
40যেমন চিকিৎসা বিজ্ঞানের এক ছাত্র এস. এস পোখরেল লিখেছে:Ad esempio, S.S. Pokharel, uno studente di medicina, scrive:
41গড়িমাই উৎসবে-এ পশু বলি প্রথার বিলুপ্তি ঘটাতে আরো সময় এবং প্রচেষ্টার প্রয়োজন।Per abolire Gadhimai serviranno più tempo e più sforzi.
42বিদেশীদের সমর্থনের বদলে স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং সহানুভূতি অনেক বেশী জরুরী।Al posto degli appelli stranieri, sono necessari la sensibilizzazione e la compassione a livello locale.
43নেপালের গড়িমাই মন্দির।Il tempio di Gadhimai in Nepal.
44ছবি দিবাকর ভাণ্ডারীর, অনুমতিক্রমে প্রকাশিত।Immagine di Diwakar Bhandari, usata con permesso.