# | ben | ita |
---|
1 | লিবিয়া: গাদ্দাফির মৃত্যু নিয়ে সত্য-মিথ্যা | Libia: verità sulla morte di Gheddafi |
2 | এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | Per 42 anni, Muammar Gheddafi ha governato la Libia con il pugno di ferro. |
3 | বিগত ৪২ বছর লৌহমানব হিসেবে লিবিয়া শাসন করেছেন মুয়াম্মার গাদ্দাফি। | |
4 | আফ্রিকার এই অপ্রতিদ্বন্দ্বী ‘রাজার রাজা' ত্রিপোলি থেকে শাসন করে শক্ত হাতে দমন করেছেন বিরোধীদের, অবাধ্যদের পুথিবী থেকে মুছে ফেলেছেন চিরতরে। | Negli anni, ha schiacciato l'opposizione, facendo fuori i dissidenti e governando da Tripoli come l'incontrastato Re dei Re dell'Africa. |
5 | ১৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ লিবিয়ানরা তার স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং এখন থেকে দুই মাস আগে, রাজধানী ত্রিপোলিকে তারা দখল করে। | Il 16 febbraio scorso, i cittadini hanno iniziato una rivolta contro la sua dittatura. |
6 | আজ, গাদ্দাফির শেষ ঘাঁটি সিয়ের্ত শহরের পতন ঘটলে এবং খোদ খাদ্দাফি গ্রেফতার হয়ে মৃত বা মৃত হয়ে গ্রেফতার হলে সমস্ত লিবিয়া উল্লাসে ফেটে পড়ে। | Due mesi dopo, la capitale Tripoli viene liberata, e oggi iniziano i festeggiamenti dopo che Sirte, l'ultimo baluardo, è stata espugnata e Gheddafi è stato catturato e ucciso, o ucciso e catturato. |
7 | যদিও তার মৃত্যূর পারিপার্শ্বিক উপাত্তগুলো এখনও অস্পষ্ট ও অসংগত এবং প্রাপ্ত তথ্যগুলো এখনও অসম্পূর্ণ। | Le circostanze della sua morte restano infatti ancora incerte, i dettagli contraddittori e le informazioni incomplete. |
8 | টুইটারে সাংবাদিক ও বোদ্ধারা মৃত্যুর ঘটনাটিকে নানাভাবে ব্যাখ্যা করছেন। | Su Twitter, giornalisti ed esperti cercano di ricostruire l'accaduto. |
9 | ফ্রি মিস্তারা ইউটিউবে এ ভিডিওটি প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে জীবিত গাদ্দাফির চারপাশে উন্মত্ত বিদ্রোহীরা: | “Free Misrata” carica questo video su YouTube, il quale mostra Gheddafi ancora vivo, circondato da un gruppo di ribelli eccitati, in guerra per la libertà: |
10 | আল জাজিরার ইভান হিল প্রশ্ন করেছেন, | Il giornalista di Al Jazeera Evan Hill scrive: |
11 | @ইভানসিহিল: যদি এসটিসি যোদ্ধারা গ্রেফতারের পর গাদ্দাফিকে মেরে ফেলে, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? | @evanchill: Cosa pensereste se i soldati del CNT [Consiglio Nazionale di Transizione] avessero ucciso Gheddafi dopo averlo catturato vivo? |
12 | এ ছাড়াও তিনি আঘাতপ্রাপ্ত গাদ্দাফিকে টিভিতে এভাবে প্রদর্শন করা নিয়ে প্রশ্ন তুলেছেন: | E più tardi mette in discussione le ferite di Gheddafi mostrate in televisione: |
13 | @ইভানসিহিল: গাদ্দাফির মাথার ক্ষতটি হতে পারে কোন ভোঁতা অস্ত্রের আঘাত বা বন্দুকের গুলির চিহ্ন। | @evanchill: La ferita di Gheddafi alla testa può essere una contusione dovuta a un colpo in testa, ma non a un colpo di pistola. |
14 | বলা মোটেও সহজ নয়। | È molto difficile da dire. |
15 | ফরেন পলিসির ব্লেক হউনশেলও প্রশ্ন করেছেন: | Anche Blake Hounshell, reporter della rivista USA “Foreign Policy”, pone altre domande, tra cui: |
16 | @blakehounshell: মৃত্যুদণ্ড? | @blakehounshell: Esecuzione? |
17 | RT @halibrahim: #গাদ্দাফির শরীরের একটি উত্তম ছবি যাতে দেখা যাচ্ছে তার মাথায় গুলির চিহ্ন #লিবিয়া | RT @halibrahim: Un'immagine migliore del corpo di #Gheddafi che mostra la pallottola in testa #Libia |
18 | পরে ব্যাখ্যা দিচ্ছেন এভাবে: | E poi spiega: |
19 | @blakehounshell: এইমাত্র ছাড়া এই নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে খুব কাছেই একটি অ্যাম্বুলেন্স; মৃত্যুদণ্ড হলে এমনটা হতো না। | @blakehounshell: Il nuovo video che ho pubblicato mostra chiaramente un'ambulanza lì intorno; non mostra un'esecuzione, se davvero c'è stata |
20 | এবং পরে আবার নিজেই প্রশ্ন করছেন: | E chiede ancora: |
21 | @blakehounshell: গাদ্দাফির মাথায় গুলি করার কি কোন ভিডিও পাওয়া যাবে? | @blakehounshell: C'è qualche filmato che mostra Gheddafi sparato alla testa? |
22 | সিএনএন-এর হালা গোরানিরও অনেক প্রশ্ন রয়েছে, যেমন: | Anche Hala Gorani della CNN ha delle domande, e tra queste: |
23 | @হালাগোরানি: গাদ্দাফিকে কি আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছিল ও পরে হত্যা করা হয়েছিল নাকি জখমের কারণে সে মৃত্যুবরণ করে? | @HalaGorani: Gheddafi è stato catturato ferito ma vivo e poi giustiziato, oppure è morto a causa delle ferite? |
24 | এখন পর্যন্ত পাওয়া ভিডিওতে ব্যাপারগুলো অস্পষ্ট। | Finora, basandosi sui video in circolazione, non è chiaro. |
25 | #লিবিয়া | #Libia |
26 | টুইটারে বহু মানুষ টেলিভিশনে গাদ্দাফির মৃতদেহ জাঁকালোভাবে প্রদর্শন করা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। | Su Twitter, molti hanno reagito alla diffusione TV delle immagini del cadavere di Gheddafi: |
27 | আই রিভোল্ট এর রোকায়া লিখেছে, | iRevolt o Roqayah scrive: |
28 | @আই রিভোল্ট: কোন স্বৈরশাসককে উৎখাত করে বিজয়োল্লাস করা এক জিনিস আর তার শবদেহ নিয়ে হিংস্র উন্মাদনা অন্য জিনিস। | @iRevolt: Una cosa è sentirsi esaltati per averlo cacciato, estirpato ecc; un'altra è trasformare la morte in un'orgia intorno a un cadavere. |
29 | মিশরীয় মোসা'ব এলশামি বলেন, | E l'egiziano Mosa'ab Elshamy commenta: |
30 | @মোসাআবেরাইজিং: আদর্শবাদী লোকজন, বিশেষ করে আরবরা, যারা এ অঞ্চলের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকের মৃতদেহের দৃশ্য সহ্য করতে পারছে না, তারা এটা নিয়ে কামড়াকামড়ি করছে। | @mosaaberizing: Idealisti, soprattutto arabi, che non potete sopportare la vista del cadavere di uno dei tiranni più odiati del paese, svegliatevi! |