Sentence alignment for gv-ben-20090728-4556.xml (html) - gv-ita-20090717-6410.xml (html)

#benita
1রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহতRussia: uccisa attivista vincitrice del Premio Politkovskaya
2আজ সকালে, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা সশস্ত্র লোক দ্বারা তার ইঙ্গুশেতিয়ার বাসভবন থেকে সশস্ত্র ব্যক্তি কর্তৃক অপহৃত হন।Questa mattina [15 luglio] Natalya Estemirova [in], nota attivista per i diritti umani, è stata rapita da un gruppo di uomini armati davanti alla sua abitazione in Inguscezia [it].
3পরে বুকে একটা গুলিসহ তাকে মৃত পাওয়া যায়।Il suo corpo senza vita è stato ritrovato alcune ore dopo, un proiettile le aveva perforato il cuore.
4মূল ধারার মিডিয়া একে শুধু আর একটা মৃত্যুর খবর হিসেবে জানিয়েছে- যেখানে দেশের প্রথম সারির এই মানবাধিকার কর্মীর মৃত্যুর গুরুত্ব অন্যরকম। কিছু ব্লগার ঘৃণার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।Mentre le testate mainstream comunicavano la morte dell'ennesima attivista - in realtà l'omicidio della maggiore attivista per i diritti umani nella regione - alcuni blogger hanno reagito con orrore.
5কোভালেভ আর এস্তেমিরোভা রবার্ট শুম্যান মেডেল পাচ্ছেন।Estemirova e Kovalev ricevono la Medaglia Robert Schuman
6তাহলে, নাতালিয়া এস্তেমিরোভা কে ছিলেন?Ma chi era Natalya Estemirova?
7লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী জ্যাঞ্জার তার সংক্ষিপ্ত বর্ননা দিয়েছেন:Su Live Journal, l'utente xanzhar traccia [rus] una breve presentazione del personaggio pubblico:
8নাতালিয়া এস্তেমিরোভা মেমেরিয়ালের [রাশিয়ার মানবাধিকার সংস্থা] ককেশাস সংক্রান্ত শীর্ষস্থানীয় প্রতিনিধি ছিলেন।Natalya Estemirova era la maggiore esponente di Memorial [rus], un'organizzazione russa per i diritti umani, nella regione del Caucaso [it].
9চেচনিয়ার কর্তৃপক্ষরা তাঁর কাজ নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেননি।Il governo della Repubblica cecena non ha mai criticato il suo operato.
10এস্তেমিরোভার মানবাধিকারের কাজ তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে।Il suo impegno a favore dei diritti umani era stato premiato con diversi riconoscimenti internazionali.
11তিনি আন্না পোলিতকভোস্কায়া পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন (২০০৭), আর সুইডিশ রাইট লাইভলিহুড পুরস্কার (২০০৪) ও পেয়েছেন।Nel 2007 le fu assegnato il Premio Anna Politkovskaya [in], alla sua prima edizione, e nel 2004 un'organizzazione svedese le conferì il [-] Premio Right Livelihood [in].
12২০০৫ এ ইউরোপীয় সংসদ তাঁকে রবার্ট শুম্যান মেডেল দেয়।Infine, nel 2005, il parlamento europeo l'aveva insignita con la Medaglia Robert Schumann [in].
13এলজে ব্যবহারকারী নান্সিসেন্সিব এই হত্যা সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন:Sempre su Live Journal, nansysnspb pubblica [rus] alcune riflessioni a caldo sull'omicidio:
14কতো কাছে আর কি ভয়ঙ্কর… আমি নাতালিয়া এস্তেমিরোভার বন্ধুদের চিনি…তারা তার জীবন নিয়ে নিল।Tanto vicino, quanto orribile… [-] Alcuni miei amici conoscevano Natalya Estemirova… e così, all'improvviso, se la sono portata via.
15এটা স্ট্রুগাটস্কাই [কল্প কাহিনী] এর মতো…এর পরে কি?Come se fossimo tutti protagonisti di una Strugatsky [romanzo di fantasia]… Cosa accadrà dopo?
16মোমবাতি জ্বালানো… হত্যাকারীদের অভিশাপ দেয়া, আর বিচারকের অফিসে চিঠি দিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের আবেদন করা- হত্যাকারী যারা সম্ভবত ব্যাজ ধারন করে আর হয়তো সংশ্লিষ্ট নিরাপত্তা বলয়ে তাদের অবস্থান আছে।Accendere candele… maledire gli assassini, scrivere lettere alla procura affinché conduca indagini per condannare questi criminali - assassini che probabilmente avranno gradi militari e ricopriranno cariche di responsabilità all'interno dei servizi di sicurezza.
17এলজে ব্যবহারী ফর ইফেল একই ধারায় বলেছেন:Anche for efel [rus] è in sintonìa con lo scoramento generale:
18অবশ্যই [এই হত্যা] সম্পর্কিত [চেচেন প্রেসিডেন্ট] কাদিরোভের সাথে।Sicuramente [l'omicidio] è connesso a Kadyrov [Presidente ceceno].
19এটা শুধু জানা যাচ্ছে না কিভাবে।Semplicemente non sappiamo come.
20তাকে খুশি করতে না রাগাতে, যেমন ছিল পোলিতকোভস্কায়ার হত্যা।Che sia stato fatto per favorirlo o danneggiarlo, è come quello della Politkovskaya.
21এটা সম্পর্কিত (আমি যেমন দেখি) চেচনিয়া আর ইঙ্গুশেতিয়ার মধ্যকার সরকারী সীমান্ত তুলে নেয়ার সাথে তার সোন্দেরকোমান্দের [বিশেষ বাহিনীর] জন্য… নাতালিয়া [এস্তেমিরোভা] আন্না পোলিতকোভস্কায়ার থেকেও বেশী মূল্যবান ব্যক্তি ছিলেন।(Per come la vedo io) bisogna collegarlo all'abolizione delle frontiere tra Cecenia e Inguscezia per il sonderkomand [unità speciali]… [-] Natasha [Estemirova] era persino più importante di Anna Politkovskaya - questo è un fatto.
22সাধারনত ককেশাসে কাজ করা প্রত্যেক মানবাধিকার কর্মীর জন্য একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায়।In generale si dovrebbe dedicare un monumento ad ogni singolo attivista dei diritti umani che opera nel Caucaso.
23আমি শুধু আশা করি হত্যাকারীরা এটা ভুলভাবে না নেয়: আমি বলতে চাচ্ছি জীবিতের জন্য স্মৃতিস্তম্ভ!Spero solo che gli assassini non interpretino questa affermazione a modo loro: intendevo dire un monumento per quelli vivi!
24আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা।Un'altra morte - un altro necrologio.
25কোন পরিবর্তন কি এতে হয়?È cambiato qualcosa?
26এটা সবার চিন্তা করার মতো একটা প্রশ্ন।Ognuno di noi dovrebbe porsi questa domanda.
27তারপরেও, ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বিচার করলে, নাতালিয়া এস্তেমিরোভা রাশিয়ার সংঘাতপুর্ন চেচনিয়া প্রজাতন্ত্রের অনেক মানুষের জন্য পরিবর্তন এনেছিলেন যারা সেখানের প্রতি দিনের জীবনযাত্রায় সংঘাত আর বিভীষিকার মধ্যে দিন কাটায়।Una cosa è certa, a giudicare dalle reazioni dei blogger: Natalya Estemirova ha fatto moltissimo per parecchie persone costrette a subìre quotidianamente violenze arbitrarie e terrore nella Repubblica cecena, dilaniata dal conflitto con la Russia.