Sentence alignment for gv-ben-20091125-7691.xml (html) - gv-ita-20091125-10604.xml (html)

#benita
1ব্রাজিল: একজন পথিকৃৎ ডিজিটাল কর্মীকে হারানোBrasile: RIP Daniel Pádua, pioniere dell'attivismo digitale
2ড্যানিয়েল পাদুয়া ব্রাজিলের এক সুপরিচিত ডিজিটাল কর্মী ছিলেন।Daniel Pádua, noto attivista digitale brasiliano appena scomparso.
3ছবি কাটিয়া কাটিহারার ওয়ার্ডপ্রেস-বিআর এর সৌজন্যেFoto di Cátia Kitahara su WordPress-BR.
4ব্রাজিল গত নভেম্বরের ২০ তারিখে তার অন্যতম এক ডিজিটাল অ্যাক্টিভিস্ট (কর্মী) কে হারিয়েছে, যে ছিল ব্রাজিলের ডিজিটাল কার্যক্রমের পথিকৃৎ।
5তার নাম ড্যানিয়েল পাদুয়া।Il Brasile ha perso oggi uno dei suoi pionieri dell'attivismo digitale.
6কিছুদিন আগে ড্যানিয়েল পাদুয়ার (যিনি টু্ইটারে @ডিপাদুয়া নামে পরিচিত ছিলেন) শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং আজ সকালে সে ব্রাসিলিয়ায় ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরাস্ত হয়।Daniel Pádua [pt] (anche noto come @dpadua [pt] su Twitter) qualche giorno fa ha perso la battaglia contro il cancro a Brasilia.
7সে সব সময় ওপেন সোর্স (উন্মুক্ত সফ্টওয়্যার) ব্যবহার করায় বিশ্বাসী ছিল এবং এমনকি ব্রাজিলেও সে সংস্কৃতিকে উন্মুক্ত করার পক্ষপাতী ছিল। অনেক ব্লগারের পোস্টে সাইবার এক্টিভিজম ও ইন্টারনেট বাক স্বাধীনতার এক শক্তিশালী উদাহরণ হিসেবে ছিল ড্যানিয়েল।Sempre presente negli eventi dedicati alla cultura libera e al software open source in Brasile, è stato un forte punto di riferimento per molti blogger riguardo il cyber-attivismo e la libertà d'espressione su Internet.
8ওয়ার্ডপ্রেস-বিআর ব্লগে, কাটিয়া কিটাহারা লিখেছেন [পর্তুগীজ ভাষায়]:Sul blog WordPress-Br [pt], Cátia Kitahara ha scritto [pt]:
9আজ আমরা ড্যানিয়েল পাদুয়াকে হারালাম। এই সম্প্রদায়ের সে ছিল এক প্রিয় বন্ধু।Oggi abbiamo perso Daniel Pádua, un carissimo amico di questa comunità.
10আমরা তার অনুপস্থিতি অনুভব করব। আমরা কেবল তার অসাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তার অভাবই অনুভব করব না, তার মত চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবও অনুভব করব।Ne sentiremo la mancanza, non solo per il grande talento e intelligenza, ma soprattutto per il suo carattere.
11তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা রইল।Siamo vicini alla famiglia e agli amici che lo hanno perso.
12যখন সারা ওয়েবে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তখন যে সমস্ত টুইটার ব্যবহারকারী তার কাজ এবং অঙ্গীকার সম্বন্ধে জানত, তারা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং তাকে শেষ বিদায় জানায়:Mentre la notizia ha preso a diffondersi sul web, gli utenti di Twitter che ne hanno conosciuto l'attività e l'impegno hanno onorato la memoria di Daniel [pt] con l'addio finale:
13এখন অস্তগামী সূর্য @ডি পাদুয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে।Il tramonto rende omaggio a @dpadua.
14৪৮০এন।408N.
15এটাই ড্যানিয়েল পাদুয়ার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর শ্রদ্ধা প্রকাশ।Questopost è l'omaggio di Global Voices per Daniel Pádua.
16ড্যানিয়েল, তুমি শান্তিতে ঘুমাও।Riposi in pace.