# | ben | ita |
---|
1 | পেরুঃ কোন বিষয়টি ডলফিনদের মেরে ফেলছে [উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার] | Perù: perché così tanti delfini morti in spiaggia? |
2 | ডলফিন [ইংরেজী ভাষায়] হচ্ছে পৃথিবীর অন্যতম এক বুদ্ধিমান প্রাণী, যা পৃথিবীর প্রায় সকল মহাসাগরে পাওয়া যায় এবং এবং তার মধ্যে মাত্র কয়েকটি প্রাকৃতিকভাবে ঘাতক প্রকৃতির। | I delfini [it] sono tra le creature più intelligenti del pianeta; si trovano in quasi tutti gli oceani del mondo e hanno pochissimi predatori naturali. |
3 | পেরুর বিভিন্ন উপকূলে এই সমস্ত ডলফিনদের তাদের দেখতে পাওয়া যায়, যেখানে তারা সার্ফারদের সাথে সাঁতার কাটে। পারাকাশ-এর জাতীয় সংরক্ষিত উপকূলীয় এলাকা, অথবা উত্তর পেরুর পিউরার সমুদ্র উপকূলে তারা চলাফেরা করে, যা কিনা হ্যাম্পব্যাক নামক তিমির জন্য সংরক্ষিত এক অঞ্চল। | In Perù, vivono [es, come i link successivi, eccetto ove diversamente indicato] in varie aree costiere: lungo le spiagge di Lima, dove nuotano assieme ai surfisti, nella Riserva nazionale di Paracas [it], o sulla costa di Piura, nel nord del Paese, dove si avvistano anche megattere. |
4 | এই সংবাদ সৃষ্টি হয়েছে এই কারণ যে [ইংরেজী ভাষায়] বছরের প্রথম দিকে দেশের উত্তর অঞ্চলের উপকূলে ৩০০০ ডলফিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা কিনা এক বিস্ময়ের সৃষ্টি করেছ। | Per queste ragioni, la notizia (in italiano qui [it]) del ritrovamento di 3.000 delfini morti sulla costa settentrionale del Paese, all'inizio di quest'anno, è stata ricevuta con sorpresa e sgomento. |
5 | কার্লোস ইয়াইপেন লিয়ানোস, পেরুর সামুদ্রিক বৈজ্ঞানিক প্রাণী সংরক্ষণ সংস্থা অরকার [সায়েন্টিফিক অর্গানাইজেশন ফর কনজারভেশন ফর একুইটিক এ্যানিমাল] প্রধান, যিনি জানাচ্ছেন যে গভীর সমুদ্রে তেল গ্যাস এবং খনিজ পদার্থ অনুসন্ধানের কার্যক্রমের কারণে এই সমস্ত প্রাণীর মৃত্যু ঘটেছে। | Carlos Yaipén-Llanos, direttore dell'ORCA, un'organizzazione peruviana per la conservazione della fauna marina, spiega che queste morti sono state causate da un “impatto acustico creato da macchinari piazzati su fondali marini per l'individuazione di petrolio, gas e minerali”. Delfini a Pisco, Perù. |
6 | পেরুর পিস্কোর ডলফিনসমূহ, ছবি ফ্লিকার ব্যবহারকারী অ্যালিসিয় ০৯২৮-এর, এট্রিবিউশন ২. ০ জেনেরিক ( সিসি বাই ২. | Fotografia di Alicia0928, ripresa da Flickr, con licenza CC BY 2.0. |
7 | ০)। অরকার প্রধান উন্মোচন করেছেন যে মৃত ডলফিনের ময়না তদন্ত করে জানা গেছে যে এই সমস্ত ডলফিনসমুহ একুইট ডিকম্প্রেস সিন্ড্রোম নামক রোগে ভুগছিল। এবং তাদের পেরিস্টোরিয়াল হাড়ে (সাধারণ হাড়ের মাঝের অংশ) ক্ষত এবং এবং তাদের কানের মাঝের অংশ রক্তক্ষরণ দেখা গেছে, এগুলোর শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, কিডনি এবং রক্ত সরবরাহ শিরায় বুদবুদ পাওয়া গেছে। | Il direttore dell'ORCA rivela inoltre che dall'analisi forensica dei delfini si apprende che gli animali soffrivano di “sindrome acuta da decompressione, evidente da fratture interessanti il periostio, emorragie dell'orecchio medio, enfisemi polmonari diffusi, e bolle d'aria in fegato, reni e vasi sanguigni”. |
8 | সংবাদপত্রগুলো এর পরে সংবাদ প্রদান করে যে, খনিজ পদার্থ অনুসন্ধানে সিসমিক থ্রিডি ( সিসমিক টমোগ্রাফি) নামক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা কিনা ধ্বনি বিষয়ক প্রভাব সৃষ্টি করে। | Un successivo reportage giornalistico parla della tecnologia di esplorazione chiamata ‘sismica 3d' come della causa delle onde acustiche nocive. |
9 | এর সেগুলোর প্রভার ডলফিনের উপর পড়েছে। সমুদ্রে তেল এবং গ্যাস-এর মজুত বিষয়ক তথ্য জানার জন্য টামোবস (পিউরার উত্তরে) নামক এলাকায় বিপিজেড নামক কোম্পানী এই অনুসন্ধান কার্য চালিয়েছে,। | L'azienda BPZ [en], con sede a Tumbes, a nordi di Piura, sta usando tali tecnologie per raccogliere informazioni su giacimenti di petrolio e di gas naturale. |
10 | উক্ত কোম্পানী এই বিষয়টি অস্বীকার করেছে যে তাদের অনুসন্ধানের কারণে সামুদ্রিক এই সব প্রাণীর মৃত্যু ঘটেছে, কিন্তু এর ফলে পরিবেশের প্রভাব বিষয়ক যে রিপোর্ট এসেছে, তা নির্দেশ করছে যে এই ঘটনায় এই প্রযুক্তির প্রভাব রয়েছে। | |
11 | সংসদের সভাপতি ড্যানিয়েল আবুগাট্টাস এই আশার কথা ব্যাক্ত করেছেন যে পরিবেশ, উৎপাদন, জ্বালানী এবং খনি বিষয়ক মন্ত্রীরা পেরুর সংসদকে এই ঘটনা সম্বন্ধে তথ্য প্রদান করবে। | L'azienda ha respinto le accuse; tuttavia, il reportage sull'impatto ambientale indica la ‘sismica 3d' come il fattore determinante. |
12 | আরেকটি সূত্র ধারণা দিচ্ছে যে পেরুর সমুদ্রবিজ্ঞান ইনষ্টিটিউট বা আইএমএআরপিই-এর (ইনিস্টিটিউটো ডেল মার ডেল পেরু) এই বিষয়ে একটি আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা উচিত। | Il presidente del consiglio peruviano Daniel Abugattás esprime la speranza che i ministri dell'ambiente, dell'energia e delle risorse minerarie relazionino al parlamento riguardo alla questione. |
13 | হার্ডি জোনস, ব্লুভয়েস. ওর্গ [ইংরেজী ভাষায়]-এর প্রতিষ্ঠাতা, যিনি সামুদ্রিক প্রাণী সংরক্ষণ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা এবং একটিভিস্ট। | Secondo altre fonti sarebbe l'IMARPE, l'Istituto per il Mare del Perù, a dover presentare un rapporto ufficiale in proposito. |
14 | তিনি ২৫ মার্চে প্রকাশ করা ডাক্তার ইয়েপেন লিয়ানোসের প্রাথমিক রিপোর্টের বিষয়ে অভিজ্ঞতা লাভের জন্য পেরুতে এসে হাজির হন। | Hardy Jones, il fondatore di BlueVoice [en], regista e attivista per la protezione della fauna marina, si è recato [en] in Perù per seguire i primi rilevamenti del dottor Yaipén-Llanos in data 25 marzo. |
15 | পেরুর উত্তর উপকূলে হাজির হয়ে ২৭ মার্চে তিনি টুইট করেন [ইংরেজী ভাষায়]: | Due giorni dopo, Jones rilancia così su Twitter [en] dalla costa settentrionale del Perù: |
16 | পেরুর উত্তরে উপকূলে সান জোসের ১৫০ কিলোমিটার বিস্তৃত উপকূলীয় এলাকা জুড়ে ৬১৫টি #ডলফিন মৃত অবস্থায় পড়ে ছিল। | Trovati 615 delfini morti lungo 135 chilometri di spiaggia a nord di San Jose, Perù. |
17 | এ এক বেদনাদায়ক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। | Tragedia indicibile. |
18 | দয়া করা এটি পুনরায় টুইট করুন। | Diffondete per favore. |
19 | এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া উচিত। | Bisogna investigare. |
20 | কি ভাবে তিনি ঘটনা সম্বন্ধে জানতে পারলেন, পেরু যাত্রা এবং সেখানে গিয়ে তিনি কি দেখলেন, এই বিষয়ে জোনস তার নিজস্ব ব্লগে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন [ইংরেজী ভাষায়]: | Sul suo blog personale, Jones racconta [en] come è venuto a conoscenza di questi eventi, il suo viaggio in Perù e cosa esattamente ha visto: |
21 | কার্লোস এবং তার দল বেশ কয়েকটি ডলফিনের শব ব্যবচ্ছেদ করেছেন। | Carlos e il suo team hanno eseguito autopsie su due dei delfini. |
22 | তারা বেশ কিছু সদ্যজাত সাধারণ ডলফিনের নাড়ী শরীরে যুক্ত ছিল, সেগুলো ছিল দোমড়ানো অবস্থায়। | Vedere un delfino comune appena nato con il cordone ombelicale ancora attaccato è stato devastante. |
23 | সার্ফলাইনে আমরা কঠিন বালির সাথে দৌড়িয়েছি আর একটি করে মৃত ডলফিন দেখে আর্তনাদ করে উঠেছি। | Abbiamo corso sulla sabbia dura lungo il bagnasciuga gridando ogni volta che vedevamo un delfino morto; all'inizio ogni paio di minuti, poi il ritmo è aumentato. |
24 | প্রথমে কয়েক মিনিট পর পর তাদের দেখা যাচ্ছিল, কিন্তু তারপর আমরা বিরতি নিতে বাধ্য হলাম, যখন অর্তনাদ চলতে থাকল, ডলফিন ডলফিন, অট্টোরা ডস মাস! | Era un continuo di urla: “Un delfino! Un delfino! |
25 | দেখ দেখ ঐ কিনারে আরেকটা পড়ে আছে। ” | Un altro! Altri due! |
26 | পরবর্তীতে তিনি ডঃ ইয়াইপেন-লিয়ানোসের আংশিক রিপোর্ট ব্লুভয়েস ব্লগে পোস্ট করেছেন [ ইংরেজি ভাষায়]: | Ce n'è un altro là verso la duna!”. Più tardi, Jones riporta [en] parte della relazione del dottor Yaipén-Llanos sul blog di BlueVoice: |
27 | যেমনটা এর আগের রিপোর্টে দেখা গেছে, দুটি প্রজাতি আক্রান্ত হয়েছেঃ লংব্যাকড কমন এবং বামিস্টার প্রোপোসিস নামক ডলফিন। | Come già menzionato, sono state colpite due specie: il delfino comune a becco lungo e la focena spinipinne. |
28 | আমরা গণনা করে দেখলাম ৬১৫টি সাধারণ ডলফিন মারা গেছে। | Abbiamo contato 615 delfini comuni. |
29 | এখানকার সকল বয়সের ডলফিন আক্রান্ত, প্রাপ্তবয়স্ক পুরুষ, মেয়ে, স্তন্যদাত্রী মা, যুবা, শিশু এবং সদ্যজাত ডলফিন। | Tutte le età sono state colpite: adulti (sia maschi che femmine), femmine da latte, giovani, cuccioli e esemplari appena nati. |
30 | আমরা গুণে দেখলাম ১৯টি ছিল প্রোপসিস নামক ডলফিন, এর সবকটি ছিল মেয়ে এবং শিশু ডলফিন। | Abbiamo contato 19 focene, soltanto femmine e cuccioli. |
31 | অরকা যা আবিষ্কার করেছে তার ছবি প্রতিষ্ঠানে ফেসবুকে প্রদান করেছে। | L'ORCA condivide le foto dei ritrovamenti su Facebook. |
32 | সিএনএন স্প্যানিশ নামক টিভি চ্যানেল এই ঘটনায় ডঃ ইয়াইপেন লিয়ানোস-এর সাক্ষাৎকার গ্রহণ করেছে। নীচের এই ভিডিওটি, উত্তর পেরুর সমুদ্র উপকূলে হার্ডি জোনস এবং কার্লোস ইয়াইপেন লিয়ানোসের যাত্রার উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে:: | Il dottor Yaipén-Llanos è stato intervistato da CNN México, mentre il seguente video [en] mostra parte del suo viaggio assieme a Hardy Jones lungo le coste del Perù settentrionale: |
33 | এদিকে ১০ এপ্রিল, ডলফিনের মৃত্যু এবং তেল গ্যাসের অনুসন্ধানের মাঝে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনার জন্য পরিবেশ এবং মৎস মন্ত্রী পরস্পরের সাথে মিলিত হয়। | Nel frattempo, i ministri dell'ambiente e della pesca si sono incontrati il 10 aprile per relazionare sul collegamento tra la ricerca di petrolio e le morti dei delfini. |
34 | পরিবেশের কারণে সামুদ্রিক প্রাণীকুলের উপর তৈরী হওয়া জটিলতা এড়ানোর জন্য গ্রহণ করা পদক্ষেপসমূহের বিষয়েও তাদের রিপোর্ট প্রদান করার কথা। | Hanno inoltre dovuto esporre le misure in via di preparazione per evitare danni ambientali ancora più gravi sulla fauna marina. |
35 | বর্তমানে এক রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০,০০০ ডলফিন এবং অন্যান্য প্রাণী মৃত্যুমুখে পতিত হবার মত বিপদের সম্মুখীন। পেরুর সমগ্র উপকূলে সিসমিকা থ্রিডি নামক যন্ত্রের ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। | Visto che ulteriori esplorazioni con la tecnologia ‘sismica 3d' sono in programma lungo l'intera costa peruviana, mettendo a rischio la vita di circa 20.000 delfini, così come di altre specie, tali misure sono ora più che mai necessarie. |