# | ben | ita |
---|
1 | নেপাল: বায়োগ্যাস বিপ্লব | Nepal: la rivoluzione verde e sostenibile del biogas |
2 | একটি বায়োগ্যাস প্লান্ট। | Un impianto di biogas. |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী মারুফিশের। | Immagine di Marufish su Flickr. Usata con licenza Creative Commons |
4 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় তা ব্যবহার করা হয়েছে। | La tecnologia del biogas [it] sta guidando la rivoluzione verde in Nepal. |
5 | নেপাল এমন এক দেশ যেখানে জাতি সস্তা ও গ্রহণযোগ্য জ্বালানির অভাব নিয়ে সমস্যায় রয়েছে। | Secondo il WWF (World Wildlife Fund) [in] la legna da ardere rimane la principale fonte di energia nel Paese e alimenta quasi l'87% delle abitazioni. |
6 | এই বাস্তবতায় সেখানে বায়োগ্যাস নেপালের জন্য একটা সুসংবাদ বয়ে এনেছে। | Tuttavia il biogas sta emergendo come concreta alternativa. |
7 | | Un recente rapporto di AFP (Agence France-Presse) [in] rende noto che il Nepal trae profitto (quasi 600.000 dollari Usa nel 2007) dallo scambio delle proprie quote carbonio grazie ai numerosi impianti di biogas sparsi per il Paese. |
8 | গ্লোবালওয়ার্মিং আর্কলাইন নামের একটি ব্লগ দেখাচ্ছে কি ভাবে কৃষিজাত জ্বালানি নেপালে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনতে পারে। | Per una nazione in lotta per trovare fonti energetiche economiche e sostenibili, il biogas rappresenta certamente una novità positiva per il Nepal. |
9 | ব্লগটি বলছে যে স্বল্প ব্যয়ে তৈরি করা যায় এমন প্রযুক্তির এই বায়োগ্যাস নেপালের গ্রামবাসীরা সহজেই ব্যবহার করতে করে: “বায়োগ্যাস তৈরি করা তেমন কোন জটিল কাজ নয়। | Globalwarming Arclein [in], blog che spiega come l'agricoltura possa ridurre le emissioni di carbonio, afferma che il basso livello tecnologico richiesto dal biogas lo rende accessibile alla maggioranza dei nepalesi che vivono nei villaggi: |
10 | স্বল্প ব্যয় ও প্রযুক্তিগত উপাদান দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়। | “La produzione energetica mediante biogas non richiede alta tecnologia. |
11 | এর জন্য একটা গর্ত খুঁড়তে হয় যা কোদাল দিয়ে বানানো সম্ভব এবং চারপাশের যে পাথর দিয়ে এর সুরক্ষা তৈরি করা হয়, সেটি আধুনিক দূষণ মুক্ত ভাবে বানানো হয়। | Serve una cisterna che si può ricavare con una pala, magari riparata da file di pietra, pratica abituale nel campo delle fosse biologiche moderne. |
12 | এরপর এটাকে ঢেকে দেওয়া এবং এর ভেতরে তৈরি হওয় গ্যাসকে একটা ট্যাঙ্কের মাধ্যমে বয়ে নিয়ে আসা খুব সহজ এবং প্রয়োজনীয় ব্যবহার করার পর এর মূল কাঠামো সামান্য ঠিকঠাক করে একে পুনরায় কাজে লাগানো যায়”। | Rivestire la cisterna ed estrarre il gas ricavato in un contenitore è semplice, e per utilizzare il gas così prodotto serve un'attrezzatura molto basilare, che può essere facilmente fatta in casa. |
13 | এর জন্য যে সমস্ত উপাদান দরকার তা সহজলভ্য। এ কারণে সহজেই এটি বানানো সম্ভব এবং নিশ্চিতভাবে বলা যায় এটি কাজ করে। | Il requisito più importante è semplicemente sapere che può essere realizzato e che funzionerà. |
14 | গ্যাস তৈরির পর যে উপাদান তৈরি হয় তা ঘাঁটাঘাঁটি করা আনন্দদায়ক নয়, কিন্তু একই ধরনের অন্য কাজেও একই রকম ঘটনা ঘটে। | Il recupero dei liquami è poco piacevole, ma non è diverso da altri lavori comuni. |
15 | যদিও বাড়ি গরম করার জন্য এটি যথেষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে না, কিন্তু রান্না ও পানি গরম করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি সে উৎপন্ন করতে পারে এবং এই কাজটি করে অনেক পরিচ্ছন্ন ভাবে। | Non è un metodo conveniente per produrre il gas sufficiente a riscaldare un'abitazione, ma è certamente sufficiente a produrre il calore necessario per cucinare e per riscaldare l'acqua in modo salutare.” |
16 | বায়োগ্যাস উৎপাদনে নেপালের সাফল্যে তার প্রতিবেশী দেশগুলোকেও উৎসাহিত করতে পারে। | Il successo del Nepal nel biogas potrebbe ispirare anche i Paesi confinanti. |
17 | নেপালের ঘনিষ্ঠ মিত্র ভারতও তার বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটানোর জন্য বিকল্প জ্বালানির খোঁজ করছে। | L'India, il più stretto alleato del Nepal punta a sviluppare fonti alternative di energia per far fronte alla crescente domanda energetica nelle regioni a rapida industrializzazione. |
18 | দ্রুত এক শিল্পোন্নত দেশে পরিণত হবার জন্য ভারতের এখন ব্যাপক পরিমাণ জ্বালানির প্রয়োজন। | Razib Ahmed sul South Asia Blog [in], dedicato a temi economici e sociali della regione, scrive: |
19 | সাউথ এশিয়া ব্লগের রাজিব আহমদে যিনি দক্ষিণ এশিয়ার ব্যবসা ও সামাজিক বিষয়ের উপর মনোযোগ প্রদান করছেন, তিনি বলছেন: | “Sono molto interessato al biogas perché credo abbia un immenso potenziale, non solo per il Nepal ma anche per i Paesi confinanti come India e Bangladesh. |
20 | বায়োগ্যাসের উপর আমার প্রচণ্ড আগ্রহ রয়েছে, কারণ আমি বিশ্বাস করি এটা কেবল নেপালের জন্য নয়, তার প্রতিবেশী দেশ সমূহ যেমন ভারত ও বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় বিকল্প জ্বালানি হতে পারে। | |
21 | বায়োগ্যাস সেক্টর পার্টনারশীপ ইন নেপাল (বিএসপি-নেপাল) নেপালের এক এনজিও যা দেশটিতে বায়োগ্যাস ব্যবহারের উপর প্রচারণা চালাচ্ছে। | Biogas Sector Partnership Nepal (BSP-Nepal) è una organizzazione non governativa che sta lavorando attivamente per promuovere il biogas nel Paese. |
22 | তাদের সহায়তা দেশটিতে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত প্রায় ১৭২,৮৫৮ বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র বসানো হয়েছে। | Fino al giugno del 2008, sono stati realizzati 172.858 impianti di biogas grazie al loro sostegno economico. |
23 | এর ফলে, প্রায় ১০ লক্ষ লোক এর মাধ্যমে সুবিধা লাভ করছে। | Ne deriva che ciò copre il fabbisogno energetico di oltre un milione di persone. |
24 | ১০ লক্ষ সংখ্যাটি হয়ত অনেক বেশি মনে হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে মূলতঃ গ্রামে বাস করা গরীব লোকেরা এই প্রযুক্তির মাধ্যমে সুবিধা লাভ করেছে। | Un milione può non sembrare molto, ma bisogna ricordare sono soprattutto persone povere nelle aree rurali a trarre beneficio da questa tecnologia. |
25 | কেবল তাই নয়, আমি এই বিষয়টির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে, নেপাল তার জ্বালানির শতকরা ১০০ ভাগই আমদানী করে। | Inoltre, vorrei farvi notare che il Nepal importa quasi il 100% del suo petrolio. |
26 | কাজেই একটি বায়োগ্যাস কেন্দ্র তৈরি হওয়া মানেই নেপালের কিছু বৈদেশিক মুদ্রা সঞ্চয় হওয়া। | Quindi, ogni impianto di biogas realizzato significa risparmiare un po' di preziosa valuta straniera per il Paese.” |
27 | নেপালে বায়োগ্যাস সম্বন্ধে আগ্রহ কমে আসেনি। | E l'interesse del Nepal per il biogas non è una moda passeggera. |
28 | কয়েক বছরের কঠোর পরিশ্রম এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে বিষয়টি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। | Dopo molti anni di duro lavoro e attenta pianificazione, la questione va attirando grande attenzione. |
29 | যদি ২০০৫ সালের দিকে ফিরে তাকাই রিনিউয়েবলএনার্জিএক্সেসের মল্লিকা আরোয়াল নেপালের বায়োগ্যাসের মাধ্যমে গ্রহণযোগ্য বা স্থায়ী আয় করা যায় এমন জ্বালানির জন্য অনুসন্ধানের কথা জানিয়েছিলেন। | |
30 | বায়োগ্যাস ব্যবহার দেশটির ৭৫টি জেলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ২০০৯ সালের মধ্যে ২০০,০০০ বায়োগ্যাস স্থাপনা চালু করার পরিকল্পনা রয়েছে। | Nel 2005, Mallika Aryal su RenewableEnergyAccess [in] riferiva dell'obiettivo del Nepal di incrementare la sostenibilità e i ricavati attraverso il ricorso al biogas. |
31 | দেশটির যে কোন গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে ৩০০ মার্কিন ডলার (২১,০০০ টাকা প্রায়) লাগে। সরকারের ভর্তুকি দেওয়ার কারণে গ্রামের লোকজন সহজে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করতে পারে। | “Il Biogas Support Program del Nepal ha aumentato la sua portata da 66 a 75 distretti nazionali, e prevede di installare 200.000 impianti entro il 2009. |
32 | এক্ষেত্রে একজন ব্যক্তিকে ২০০ মার্কিন ডলার বিনিয়োগ করতে হয় এবং এক বছরের মধ্যে তার বিনিয়োগের টাকা উঠে আসে। | Un impianto adatto per un'abitazione rurale costa 300 dollari Usa. |
33 | বলা যেতে পারে এটা বেশ ভালো বাণিজ্য! | Gli incentivi governativi hanno reso gli impianti accessibili. |
34 | এখন বায়োগ্যাস বিশ্বের পরিবেশের জন্য একটা ভালো বাণিজ্য। | Un privato investe solo 200 dollari e l'investimento è recuperato in tre anni. |
35 | নেপাল, কিয়োটে প্রটোকল অনুসারে ২০০৫-এর ডিসেম্বরে বিশ্ব উষ্ণায়ন রোধ চুক্তিতে স্বাক্ষর করে। | Davvero un buon affare! Oggi gli impianti di biogas nepalesi stanno per diventare un “buon affare” anche per l'ambiente globale. |
36 | এরপর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নি:সরণ না করা নেপালের জন্য অপরিহার্য হয়ে পড়ে। তখন থেকে দেশটি বায়োগ্যাস ব্যবহার করে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনে এবং বছরে প্রায় ৫ মিলিয়ান ডলার সঞ্চয় করে। | Quando il Protocollo di Kyoto, il trattato sul clima globale, entrerà in vigore in Nepal nel dicembre 2005, il Paese avrà diritto a scambiare le quote carbonio che non emetterà usando il biogas e guadagnare fino a 5 milioni di dollari l'anno.” |
37 | কি ভাবে বায়োগ্যাস নেপালকে সাহায্য করছে সে সম্বন্ধে জানতে চাইলে, টোকিও সিটি ইউনির্ভাসিটির নেপালী প্রকল্পের বায়োগ্যাস নিয়ে তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন। | Per saperne di più su come il biogas sta aiutando il Nepal, ecco infine un video prodotto dal Nepal Project alla Tokyo City University, Giappone. Alla traduzione dell'articolo ha contribuito anche Stefano Ignone |