Sentence alignment for gv-ben-20120915-31275.xml (html) - gv-ita-20120917-66134.xml (html)

#benita
1লিবিয়াঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল নাLibia: solidarietà pro-USA dopo i fatti di Bengasi
2এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। লিবিয়দের একটি ছোট সমাবেশ আজ [১২ই সেপ্টেম্বর,২০১২] আল শাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এর উপর হামলার প্রতিবাদে জমায়েত হয়েছিল।Il 12 settembre, un piccolo gruppo di Libanesi si è radunato nella piazza Al Sharjara di Bengasi per protestare contro l'attacco [en, come gli altri link] al consolato statunitense.
3কনস্যুলেট ভবন ঘিরে ফেলার পর নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় জঙ্গিদের রকেট নিক্ষেপের ফলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার জন আমেরিকান নিহত হন।Quattro persone, incluso l'ambasciatore Christofer Stevens, sono state uccise dai razzi lanciati dai militanti mentre venivano condotti in un luogo più sicuro dopo che una folla di manifestanti aveva circondato la sede diplomatica.
4খবরে বলা হয়েছে আমেরিকান-ইজরায়েলি একজন চলচ্চিত্র নির্মাতার ছবিতে নবী মোহাম্মদকে উপহাস করার প্রতিবাদে বিদ্রোহীরা কনস্যুলেট ভবন ঘিরে ফেলে।L'edificio era stato accerchiato sull'onda di indignazione suscitata da un filmato amatoriale prodotto in Usa e diffuso su You Tube anche in lingua araba, dove si ridicolizzava il profeta Maometto.
5কায়রোতেও একই ধরনের প্রতিবাদের ঘটনা ঘটে, যেখানে বিদ্রোহীরা মার্কিন দূতাবাস দেয়ালে আঁশ ছাড়ায়, মার্কিন পতাকা পদদলিত করে এবং সেখানে ইসলামিক ব্যানার টাঙ্গিয়ে দেয়।Durante una protesta simile organizzata a Il Cairo, i manifestanti avevano scalato i muri dell'ambasciata statunitense e tolto la bandiera americana per sostituirla con una d'ispirazione islamica.
6মি স্টিভেন্স এবং অন্য তিন জন মার্কিন কনস্যুলেট স্টাফকে হত্যা করায় ঐ অঞ্চলের নেট নাগরিকরা নিন্দা জানিয়েছে।I netizen della regione hanno condannato l'accaduto.
7বেনগাজি থেকে আহমেদ সানালা প্রতিবাদকারী দ্বারা কিছু প্রতিবাদের লক্ষণ টুইটারে শেয়ার করেছেনঃDa Bengasi, Ahmed Sanalla condivide su Twitter alcuni momenti della protesta di piazza Alshajra.
8তিনি টুইট করেছেনঃScrive:
9@এসানালঃ #বেনগাজির আলশাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এবং ৪ জন কর্মরত সেনাবাহিনী ও পুলিশ এর উপর হামলার প্রতিবাদে ছোট সমাবেশ হয়েছে # লিবিয়া@ASanalla: Una piccola folla si è radunata nella piazza di Alshajra a Bengasi per protestare contro l'attacco all'ambasciata USA & chiedere l'intervento dell'esercito e della polizia #Libya
10তাদের কথা ছিল এরকমঃTra gli slogan rilanciati in piazza:
11@এসানালঃ এটা হচ্ছে যুবদের বিপ্লব-আল কায়েদা অথবা সন্ত্রাসবাদের নয়।@ASanalla: Questa è la rivoluzione della gioventù - non di Al Qaeda o dei terroristi.
12আল শাজারা স্কয়ারে এটাই ছিল অন্যতম উক্তি।E' uno degli slogan in piazza Al Shajara
13এখানে সানালার পোস্টকৃত প্রতিবাদকারিদের কিছু নির্বাচিত ছবি রয়েছে।Di seguito una selezione di fotografie della manifestazione, pubblicate da Sanalla.
14@এসানালঃ ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন।@ASanalla: Chris Stevens era amico di tutti i Libanesi.
15আজ #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের ছবি #মার্কিনদূতাবাসআক্রমন #লিবিয়াFoto della protesta di oggi a #Benghazi #USEmbassyattack #Libya pic.twitter.com/jcCkMTUh
16ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন।“Chris Stevens era amico di tutti i Libanesi”.
17#বেনগাজি থেকে তোলা প্রতিবাদের আরেকটি ছবি।Un cartello dalla protesta del 12 settembre a Bengasi.
18ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।Foto condivisa da Ahmed Sanalla su Twitter
19@এসানালঃ দুঃখিত ক্রিস, #বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না।@ASanalla: Scusaci Chris #Benghazi non è riuscita a proteggerti.
20বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।Foto della protesta di oggi a Bengasi.
21একজন বেনগাজি প্রতিবাদকারি একটি ব্যানার বহন করছে যেটি বলছেঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না।Un manifestante a Bengasi: “Scusaci Chris, Bengasi non è riuscita a proteggerti”.
22ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।Foto condivisa su Twitter da Ahmed Sanalla
23@এসানালঃ খুনীদের সহযোগী গুণ্ডারা না #বেনগাজি না #ইসলামের প্রতিনিধিত্ব করে।@ASanalla: I criminali e gli assassini non rappresentano né Bengasi né l'Islam.
24#বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।Foto dalla protesta di oggi a #Benghazi
25খুনীদের সহযোগী গুণ্ডারা ইসলামের প্রতিনিধিত্ব করে না।“I criminali e gli assassini non rappresentano l'Islam”.
26বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবিটি টুইটারে শেয়ার করেছেন আহমেদ সানালা ।
27এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।Foto dalla protesta del 12 settembre a Bengasi condivisa da @ASanalla su Twitter