Sentence alignment for gv-ben-20090329-2112.xml (html) - gv-ita-20090318-1581.xml (html)

#benita
1গুয়েতেমালা: খনি পরিচালনার বিরুদ্ধেGuatemala: opposizione alle miniere a cielo aperto
2সম্প্রতি বিবিসি সংবাদ সংস্থা জানাচ্ছে, গুয়েতেমালায় বেশ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের গায়ের চামড়ায় ক্ষত দেখা দিয়েছে।Un recente articolo della BBC [in] riferisce la comparsa di infezioni alla pelle per i membri di numerose comunità indigene in Guatemala.
3এই ঘটনার জন্য আদিবাসী সম্প্র্রদায় ও অনেক অ্যাকটিভিস্ট (সক্রিয় কর্মী) কানাডিয় কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান গোল্ডকপর্কে দায়ী করছে।
4এই কোম্পানি গুয়েতেমালায় উন্মুক্ত পদ্ধতিতে মাটির ভেতর থেকে কয়লা তুলে আনছে। আর এজন্য স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।Molte persone della comunità e altri attivisti danno la colpa di questi problemi di salute all'azienda canadese di miniere a cielo aperto Goldcorp.
5স্বাস্থ্যের এই নতুন সমস্যা আবিস্কার হওয়ার সাথে সাথে খনির খারাপ দিকগুলোতে আরেকটি নতুন বিষয় যোগ হলো।Queste nuove scoperte sono le ultime di una serie di discussioni sugli effetti negativi delle miniere.
6সান মিগুয়েল ইক্সটাহুয়াচান এর খনি নিয়ে তৈরী হওয়া দ্বন্দ ও অপরাধ নিয়ে লিখছে গুয়েতেমালা সলিডারিটি নেটওয়ার্ক ব্লগ:I blogger si sono uniti al dibattito online sulla dannosità e pericolosità delle estrazioni minerarie per le comunità locali e per l'ambiente.
7বিশেষজ্ঞরা উন্মক্ত পদ্ধতিতে কয়লা উত্তেলনকে সবেচেয়ে পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী পদ্ধতি হিসেবে বিবেচনা করে।Il blog del Guatemala Solidarity Network scrive riguardo le estrazioni a San Miguel Ixtahuacán [in] nel post intitolato Conflitto e Criminalizzazione :
8এই পদ্ধতির সামাজিক এবং সংস্কৃতিক প্রভাব অনেক বেশী- সান মিগুয়েল ইক্সটাহুয়াকান এবং সান মার্কোস এলাকার সিপাকাপার গভীর থেকে কয়লা তুলে আনার কুফলগুলো ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে।Gli esperti spesso considerano le miniere a cielo aperto l'attività industriale più distruttiva in termini di impoverimento ambientale, sociale e impatto culturale… A San Miguel Ixtahuacán e a Sipakapa, San Marcos, l'intensivo sfruttamento minerario ha già lasciato il segno.
9এগেল, নুয়েভা এসপেরানাজা এবং সান জোসের ইক্সকানিচের স্থানীয় বাসিন্দরা একটি প্রিয় চমৎকার পাহাড়ের কথা মনে করতে পারে যা কিনা তার বৈচিত্রময় পরিবেশের জন্য বিখ্যাত ছিল।I residenti locali di Agel, Nueva Esperanza e San Jose Ixcaniche ricordano con orgoglio una meravigliosa montagna, famosa per la sua varietà ambientale, dove si potevano trovare diverse specie di uccelli e farfalle.
10সেখানে গেলে যে কেউ দেখতে পেত নানা প্রজাতির পাখি আর প্রজাপতি।Oggi ne è rimasto solo un enorme cratere con delle macerie contaminate.
11আজ সেখানে তারা দেখতে পায় অনেক বিষাক্ত ধুলোবালি মেশানো গর্ত যা খনি থেকে কয়লা তোলার ফলে তৈরী হয়েছে।
12খনি নিয়ে বির্তক শুরু হয় ২০০৭ সালে যখন আ শাপাঁ অঁ জাপোন (স্প্যানিশ ভাষায়) ব্লগের আলেয়ান্দ্রো খনি বিষয়ক নীতি নিয়ে প্রশ্ন তুলেন এবং খনি চুক্তির খুঁটিনাটি দিক পরীক্ষা নীরিক্ষা করে তার অসম আইন গুলো যাচাই করেন।Questo dibattito risale al 2007 quando Alejandro di Un Chapín en Japón [es] aveva messo in dubbio i regolamenti minerari [sp] in Guatemala e analizzava i pro e i contro delle estrazioni minerarie e le ambigue disposizioni normative:
13২) স্থানীয় জনগণ এই খনি থেকে খুব সামান্য বা সীমিত সুবিধা পাবে। এই সুবিধা তারা পাবে যখন সেখানে খনির কাজ চলবে।1. Lo Stato del Guatemala riceve l'1% dei diritti sulle attività minerarie (fa veramente ridere, perchè non compensa i danni sull'ambiente e sulle persone).
14কিন্তু খনি খননের ফলে যে প্রভাব সেই এলাকায় পড়বে তার তুলনায় এটি খুবই সামান্য।Questi regolamenti furono stabiliti nel 1997 durante il governo di Alvaro Arzú.
15এই খনি সেখানে হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরী করছে কিন্তু সাধারণভাবে বলতে গেলে বলা যায় এই খনি সেখানকার লোকদের জীবনযাত্রার মান উন্নয়নে তেমন সাহায্য করেনি।2. Nelle aree in cui vengono effettuate le attività minerarie, il beneficio è scarso o ridotto rispetto all'impatto provocato. Ciò porta direttamente e indirettamente nuovi posti lavoro, tuttavia in termini generali non migliora la qualità della vita della popolazione.
16এখন এখানে একটি গুরুত্বপুর্ন প্রশ্ন করার আছে?La questione importante è: cosa succederà quando aziende minerarie chiuderanno le operazioni in quei luoghi?
17যখন খনি কোম্পানী সেখান থেকে চলে যাবে তখন সেখানকার অবস্থা কি হবে?Le aziende minerarie sono ben consapevoli dell'ampia opposizione alle loro attività.
18খনি কোম্পানীরা তাদের কাজের ফলে এলাকায় যে সমস্যা হয় তা নিয়ে তাদের বিরোধীদের তোলা সোচ্চার আওয়াজ সমন্ধে সচেতন।Spesso replicano affermando che in questo modo stanno contribuendo allo sviluppo, all'occupazione, al progresso e alla stabilità della nazione.
19এইসব বিরোধীতাকে থামানোর জন্য তারা অনেক সময় যুক্তি দেখায় যে তারা উন্নয়নে অংশ নিচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছে, দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রের স্থায়িত্ব তৈরী করছে।
20এই সব খনি কোম্পানীর কেউ কেউ জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে সারাসরি জনগণের কাছে তাদের বার্তা পৌঁছৈ দিতে চেষ্টা করে।Alcune di tali aziende trasmettono il messaggio direttamente al pubblico attraverso compagne di pubbliche relazioni per raccontare il loro lato della storia.
21এসব কোম্পানী তখন খনি কোম্পানীর গল্পগুলো সাধারণের কাছে তুলে ধরে।
22মি মুন্ডোর জেমস রডরিগুয়েজ বর্ণনা করছে কি ভাবে গোল্ডকর্প কোম্পানী তাদের ইমেজ বা চরিত্র উন্নত করার চেষ্টা করছে।James Rodríguez del Mi Mundo descrive come l'azienda mineraria Goldcorp stia cercando di migliorare la propria immagine [in]:
23“২০০৮ সালের শেষে আর্ন্তজাতিক স্তরে ভাবমুর্তি উন্নয়নের লক্ষে গোল্ডকর্প (মনটানার এক্সপ্লোরাডোরা কানাডা থেকে পরিচালিত এই কোম্পানীর অংশিদার) কোম্পানী একটি বিশেষ কৌশলগত প্রচারণা চালাচ্ছে।Verso la fine del 2008, nel tentative di migliorare propria immagine a livello nazionale, Goldcorp (società canadese che gestisce Montana Exploradora) ha avviato un'intensa campagna di propaganda posizionando strategicamente dei cartelloni pubblicitari per tutta Guatemala City e lungo le principali autostrade.
24এই প্রচারণা অংশ হিসেবে তারা সারা গুয়েতেমালা সিটির সব জায়গায় এবং বড় বড় রাস্তার পাশে বিলবোর্ড তৈরী করে লাগিয়ে দিয়েছে।In quest'immagine, su un enorme cartellone pubblicitario giusto qualche metro fuori dall'uscita principale dell'aeroporto internazionale La Aurora, si legge: “Sviluppo = lavoro = miglior qualità della vita.
25গোল্ডকর্পের এক বিশাল বিলবোর্ডে দেখা যাচ্ছে লেখা রয়েছে উন্নয়ন= কাজ= জীবনের উন্নয়ন, আমরা গোল্ডকর্পে উন্নয়নকে সর্বাগ্রে বিবেচনা করি।
26এই বিলবোর্ড লা আরোরা আর্ন্তজাতিক বিমানবন্দরের প্রধান বর্হিগমন গেটের সামনে লাগানো রয়েছে”।Per noi alla Goldcorp, lo sviluppo è ciò che conta.” Foto di James Rodríguez, ripresa dietro autorizzazione da mimundo-jamesrodriguez.blogspot.com
27ছবিগুলো তুলেছেন জেমস রডরিগুয়েজ এবং http://mimundo-jamesrodriguez.blogspot.com এর অনুমতিক্রমে ছাপানো হয়েছে।Nonostante tali campagne delle aziende, anche le mobilitazioni dei cittadini conquistano ampia visibilità.
28কোম্পানীর প্রচারণা চালানো সত্বে এই বিষয়ে নাগরিকদের এক হওয়া এবং এক আন্দোলন গড়ে তোলাও দৃশ্য খুব জোরেশোরে দেখা যাচ্ছে। ব্লগ ফারো মুন্ডিয়াল ড লাস লূচাস ডেল আগুয়া (পানির জন্য লড়াই করা ওয়ার্ল্ড ফোরাম) এই রকম একটি প্রতিবাদের বর্ণনা করছে।Il blog Foro Mundial de las Luchas del Agua descrive una di queste proteste [sp] da parte del Continental Council of Elderly Indigenous of America, il quale ha richiesto al governo di non permettere attività minerarie nelle loro comunità, spiegando che la loro sorgenti acqua è stata contaminata con cianuro.
29এই প্রতিবাদ কন্টিনেন্টাল কাউন্সিল অফ এল্ডারলি ইনডিজিনাস অফ আমেরিকা বা আমেরিকার প্রবীণ আদিবাসী জনগণের প্রতিবাদ যার মধ্যে রয়েছে তাদের সম্প্রদায়ের মধ্যে খনি না করার জন্য সরকারকে আহবান জানানো।Pluriculturalidad Juríca [es] [sp] menziona che ci sono state circa 20 consultazioni collettive dove le attività minerarie sono state respinte sulla base di problemi di salute e ambientali. I problemi di salute vanno evidenziandosi sui membri della comunità.
30তারা বলেন তাদের এলাকার পানি সায়ানাইড নামের বিষ দিয়ে দুষিত হয়ে যাচ্ছে।Il blog Guatemala Contaminada descrive la triste situazione di Emeterio Pérez nel post Goldcorp uccide [sp]:
31প্লুরিকালচারালিদাদা জুরিকা (স্প্যানিশ ভাষায়) উল্লেখ করেন যে প্রায় ২০ টি সম্প্রদায় স্বাস্থ্য এবং পরিবেশগত কারনে খনির খনন কাজ বাতিল করার অনুরোধ করে।Foto di RightsAction/Grahme Russell e concessa da guatemalacontaminada.blogspot.com Emeterio è un uomo di 73 anni della comunità di San José Ixcaniché a San Miguel Ixtahuacan.
32খনির কারনে তৈরী হওয়া স্বাস্থ্য সমস্যা এই সম্পদ্রায়ের সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে।In meno di un anno, la salute di Emeterio è peggiorata.
33এমেটেরিও পেরেজের শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন গুয়েতামালা কনটামিনাডা (স্প্যানিশ ভাষায়) ব্লগ তাদের গোল্ডকর্প কিলস লেখার মধ্যে দিয়ে।
34ছবি তুলেছে রাইটসএ্যাকশন/গ্রাহাম রাসেল এবং তা http://guatemalacontaminada.blogspot.com এর অনুমতিক্রমে ছাপানো হয়েছেÈ cominciato con dei dolori ai piedi che si sono lentamente diffusi in tutto il corpo.
35তারপর তার পায়ে শুকনো চুলকানি/ফুসকুড়ি দেখা দেয়। এক সময় ফুসকুড়ি তার সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে।Poi sono apparse eruzioni cutanee pruriginose sui piedi che si sono estese su tutto il corpo.
36এমেটেরিও বলেন তার সম্প্রদায়ের আরেকজন ব্যাক্তি এই সব লক্ষণ প্রকাশ হবার পর মারা গেছেন।Come si vede nella foto, lo stomaco ha preso a gonfiarsi, diventnado molto grande, mentre lui diventava sempre più debole.
37খনি হবার ফলে এই এলাকার সম্প্রদায়কে অনেকগুলো সমস্যায় মুখোমুখি হতে হয়েছে এবং তার সাথে তাদের নেতারা অসৎ হয়ে গেছে।Durante quest'intervista, Emeterio ha raccontato che un altro uomo nella stessa comunità era morto con gli stessi sintomi.
38ব্লগ ব্রেকিং দি সাইলেন্স (স্প্যানিশ ভাষায়) লিখছে: এই খনি মায়ান মাম এবং মায়ান সিপাকাপাসে এলাকায় অবস্থিত।Le comunità in quest'area devono fronteggiare molti problemi causati dalla miniera e, in aggiunta, i loro capi vengono criminalizzati, come descrive il blog Breaking the Silence [in]:
39এই এলাকার সম্প্রদায় খনি তৈরী ও তার ফলে সৃষ্ট সমস্যায় ভুগছেন।La miniera è situata nel territorio di Mayan Mam e Mayan Sipakapense.
40স্থানীয় সংগঠন এডিআইএসএমআই (দি এ্যাসোসিয়েশন ফর ইন্ট্রিগ্রাল ডেভলাপমেন্ট ইন সান মগিুয়েল ইক্সাহুয়াকান) এবং এই সম্প্রদায়ে সরকারের প্রতিনিধির মাধ্যমে খনি সৃষ্টির ফলে এই এলাকা কতখানি পানি হারালো তা জানানোর চেষ্টা করছে (খনি তৈরী হবার পর এখানে প্রায় ৪০ টি কুয়া শুকিয়ে গেছে)। শিশু ও বয়স্কদের মধ্যে চামড়ায় রোগ দেখা দিচ্ছে, পশুর মৃত্যু ও গর্ভপাতের সংখ্যা বাড়ছে, ঘরের দেওয়ালে বড় বড় ফাটল তৈরী হচ্ছে যার ফলে এই রকম অবস্থায় ঘরে বাস করাও বিপদজনক হয়ে দাড়াচ্ছে।Le comunità locali hanno cominciato a soffrire le conseguenze negative della miniera che, secondo le organizzazioni locali come ADISMI ( Association for Integral Development in San Miguel Ixtahuacán) e il consiglio d'amministrazione rappresentante della comunità, includono la perdita di risorse d'acqua (oltre 40 pozzi prosciugati), malattie della pelle, soprattutto tra i bambini e gli anziani, morte degli animali, l'aumento di aborti spontanei, grandi crepe nelle case che rendono le condizioni di vita poco sicure, una maggiore militarizzazione, la presenza di guardie di sicurezza private, conflitti sociali tra le comunità, un compenso insufficiente per la terra venduta da parte dei membri della comunità all'azienda mineraria e inoltre pressioni, minacce e coercizione da parte di quest'ultima per l'acquisto della terra.
41এখানে সামরিকি করণ বাড়ছে, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়ছে, সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ বাড়ছে, এবং তার সাথে খনি করার সময় স্থানীয় জমির মালিকদের যথেষ্ট পরিমান ক্ষতিপুরণ দেওয়া হয়নি।
42স্থানীয়রা তাদের এইসব জমি খনি কোম্পানীর কাছে বিক্রি করেছিল।
43তবে যারা বিক্রি করতে চায়নি তাদের উপর জোর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং এই জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে ।
44এ সব কাজ তখন শুরু হয় যখন কোম্পানী এখানে জমি গ্রহণ করা শুরু করেছে।
45খনি কোম্পানীর দাবী অনুযায়ী স্থানীয় অধিবাসীদের উন্নয়ন এবং দেশের উন্নয়ন সত্বেও ব্লগাররা প্রতিবাদ করছে।
46খনি নিয়ে একদল শক্ত বিরোধী অবস্থানে রয়েছে এবং খনির কারনে যে সমস্ত বিপদ দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে তারা স্থানীয়দের এক করছে। স্বাস্থ্য আর পরিবেশের উপর আসা বিপদই তাদের এক করছে।Nonostante le promesse di sviluppo per la nazione e le comunità locali, i blogger stanno dimostrando l'esistenza di una forte opposizione e mobilitazione basate sui visibili effetti che i danni all'ambiente provocano sulla salute dei cittadini.