Sentence alignment for gv-ben-20140402-42512.xml (html) - gv-ita-20140324-91224.xml (html)

#benita
1রাশিয়ার প্রচার মাধ্যমের ভবিষ্যৎ কি ?Russia: qual è il futuro dei canali d'informazione?
2রুশ মিডিয়ার মুখাবয়ব।La faccia dei media russi.
3আগামীকাল এর কি হবে?Come sarà domani?
4ছবিঃ কেভিন রথরকImmagine modificata da Kevin Rothrock.
5রাজনৈতিকভাবে প্রণোদনা কারী অবাঞ্ছিত ব্যক্তি যারা ছিল, তাদের লেনটা ডট আরইউ থেকে অপসারণ করা হয়েছে।
6সাম্প্রতিক সময়ে ওয়েবসাইটটির প্রকৃত স্রষ্টা এন্টন নসিক সেদিনকে বাকি রয়ে যাওয়া সম্পাদকীয় কর্মকর্তাদের শেষ দিন বলে তাঁর লেখায় দাবি করেছেন।La purga politicamente giustificata di Lenta.ru è completa, scrive [ru] recentemente il creatore originale del sito, Anton Nosik, dichiarando l'ultimo giorno per il resto dello staff editoriale.
7ক্রেমলিনের প্রতি বন্ধু ভাবাপন্ন একজন প্রধান সম্পাদকের লেনটা কিনে নেওয়ার [জিভি'র রিপোর্টটি দেখুন] ঘটনাটি শুধুমাত্র রুনেটকে সেন্সর করার জন্য নিচু প্রোফাইলের প্রচেষ্টার একটি “পরস্পর সংযুক্ত ঘটনা” বলে তিনি আখ্যায়িত করেছেন।
8উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, গত ৬ মার্চ, ২০১৪ তারিখে রসকমনাডজর ইউটিউবের একটি ভিডিও নিষিদ্ধ করেছে। চরমপন্থীরা ইউক্রেনের নাগরিকদের জন্য “অস্ত্রের আহ্বান” নামে এই ভিডিওটি তৈরি করেছে।La presa di potere di Lenta (vedi l'articolo di GV [en]) da parte di un redattore capo affiliato al Cremlino è solo un evento in una catena di attentati nascosti per censurare la rete russa.
9এই ঘটনার ফলশ্রুতিতে বেশ কয়েকজন রাশিয়ান আইএসপি'র লোক ইউটিউবের সবকিছু সংক্ষেপে বন্ধ করে দিয়েছে। রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভিডিওটিতে আর ঢুকতে পারছেন না।Il 6 marzo 2014, per esempio, Roscomnadzor [il servizio generale di controllo sulle telecomunicazioni] ha bandito [ru] un video [ru] di Youtube, una “chiamata alle armi” per il popolo ucraino, sulle basi dell'estremismo.
10এই অনিশ্চয়তার (বিশেষকরে ক্রিমিয়াতে দ্বন্দ্ব সৃষ্টির কারনে) গুমোট পরিবেশে সম্পাদকেরা অনলাইন প্রচার সূচী এবং রিপোর্ট তৈরি করার দিকে যেকোন সময়ের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন।
11এই অতিরিক্ত চাপে পড়ে ইতোমধ্যে বেশ কয়েক জন সাংবাদিক তাদের চাকরি ছেড়ে দিয়েছেন।Come risultato, molti provider russi hanno bloccato l'intero Youtube, e il video stesso rimane inaccessibile [ru] agli utenti russi.
12হয়তোবা এটা সবেমাত্র একটি সূচনাঃ চল্লিশ জনেরও বেশি লোক লানটা ডট আরইউ ছেড়ে যাওয়ার পাশাপাশি পাঁচজন লোক একেবারে খবরের প্রধান ফটক হিসেবে পরিচিত রুসপ্লানেট থেকে বের হয়ে চলে গেছে।In questo clima di incertezza (dovuto specialmente al conflitto in Crimea), gli editori stanno facendo sempre più attenzione ai contenuti online e alle segnalazioni.
13একজন সম্পাদক বলশয় গরদ ত্যাগ করেছেন। রুসপ্লানেটের সাবেক কর্মী, ইগোর স্কোভরদা লিখেছেনঃLa pressione ha già portato molti giornalisti a lasciare il loro lavoro.
14সাধারনত বলতে গেলে, হ্যাঁ, আমি আজ চাকরি ছেড়ে দিয়েছি এবং রুসপ্লানেট (পাভেল নিকুলিন, মারিয়া ক্লিমভা, মিতিয়া কাসেভ এবং জুলিয়ান লিসারও এখান থেকে চলে গেছেন) ত্যাগ করেছি।E potrebbe essere solo l'inizio [ru]: in aggiunta alle oltre quaranta persone che stanno abbandonando Lenta.ru, cinque persone hanno lasciato il portale RussPlanet, e un editor ha lasciato Bolshoi Gorod.
15আমি এ নিয়ে বিস্তারিত কিছু বলব না।Egor Skovoroda, precedentemente su RusPlanet, scrive [ru]:
16কিন্তু সংক্ষেপে বলতে চাইঃ “ক্রিমিয়া [ঘটনা] অনেক কিছুর প্রকৃত চেহারা দেখিয়ে দিয়েছে।”
17পাভেল নিকুলিনও (উপড়ে উল্লেখিত নাম) তাঁর ভিকনতাকতে পেজে প্রতিযোগীতা শুরুর আগে এ ঘটনার গুরুত্ব পরিমাপ করেছিলেন।In generale, sì, oggi ho dato le dimissioni e lasciato RussPlanet (anche Pavel Nikulin, Maria Klimova, Mitya Tkachev, e Julian Leeser hanno lasciato).
18তিনিও সেন্সর করনের প্রবণতায় ক্রিমিয়ার ভূমিকা সম্পর্কে উল্লেখ করেছেনঃNon voglio entrare nei dettagli, ma facendola breve: “[gli eventi della] Crimea hanno mostrato il vero volto delle cose.”
19সেভাস্টপোল থেকে করা আমার প্রথম রিপোর্টের পরে প্রকাশনীটি [রুসপ্লানেট] শেষ পর্যন্ত দেখা গেল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে।
20নিকুলিনের করা রিপোর্টটি ক্রিমিয়া থেকে তুলনামূলকভাবে ইউক্রেনের প্রতি বেশি বন্ধুভাবাপন্ন ছিল।Anche Pavel Nikulin (nominato prima) è intervenuto [ru] sulla sua pagina VKontakte, citando il ruolo della Crimea nelle tendenze censorie:
21দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় ক্রিমিয়ার প্রতিরক্ষা বাহিনী তাকে মারধর করেছে।Pare che la pubblicazione [RussPlanet] fosse quasi chiusa dopo il mio primo articolo da Sebastopoli.
22সে সম্পর্কে রিপোর্ট করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার জন্য তিনি সম্পাদকীয় সেন্সরকরণকে দোষারোপ করেন। বলশই গরদের সাবেক সম্পাদকও ১২ মার্চ তারিখে তাঁর পদত্যাগ করা নিয়ে মন্তব্য করেছেনঃIl report di Nikulin dalla Crimea era relativamente filo ucraino ed egli da la colpa alla censura editoriale per avergli proibito di parlare delle forze armate della Crimea che lo hanno picchiato mentre svolgeva il suo incarico.
23গত মাসের কথোপকথনের সময়ে [মালিক আলেক্সান্দর ভিনোকুরভ] বার বার আমার পদত্যাগের উপর বেশি জোর করছিলেন।Anche il precedente editore di Bolshoi Gorod ha commentato [ru] le sue dimissioni del 12 marzo:
24সে সময়ে অনেকগুলো পরষ্পর বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় এটাই প্রকাশ করেছে যে আমি শুধুমাত্র প্রকৃত কারনটি অনুমান করতে পারি।Nell'ultimo mese [il proprietario Aleksandr Vinokurov] in varie conversazioni ha ripetutamente insistito che me ne andassi.
25একটি জনপ্রিয় বিতর্কিত গনভোট অনুষ্ঠিত হওয়ার পর এখন মস্কো আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়াকে অধিকার করেছে।In quel periodo sono stati espresse così tante diverse discussioni contraddittorie che posso solo provare a indovinare quale sia la vera ragione.
26যদি এটা সম্ভব হয়, তবে চরমভাবে বিশ্বাসযোগ্য যে রাশিয়ান সাংবাদিকরা এমনকি এর চেয়েও বেশি অসুবিধার সম্মুখীন হবে। পেশাটি এখন একটি ব্যধিতে আক্রান্ত হয়েছে।Ora che Mosca ha formalmente annesso la Crimea grazie a un controverso referendum popolare, è molto probabile che i giornalisti russi dovranno affrontare ancor più grandi difficoltà.
27বেশির ভাগ দেশের সবচেয়ে মেধাবী রিপোর্টাররা নিজেদের উপর এক ধরনের জোর অনুভব করবে অথবা চরমভাবে হতাশ হয়ে পড়বে।La professione è ormai viziata, e molti dei reporter più talentuosi del paese potrebbero presto trovarsi espulsi o stufi della situazione.
28যদি এই পরিস্থিতি আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তবে রাশিয়ার প্রচার মাধ্যমের চেহারা খুব দ্রুত চিরতরে পরিবর্তন হয়ে যেতে পারে।Se le cose continuano in questo modo a lungo, la faccia dei media russi potrebbe presto mutare irrevocabilmente.
29হয়তোবা ইতোমধ্যে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে।Probabilmente già lo ha fatto.