Sentence alignment for gv-ben-20150103-46346.xml (html) - gv-ita-20141229-94042.xml (html)

#benita
1খেলাধুলার বিশ্ব ‘মঞ্চ’ হিসেবে ভারত কতটুকু প্রস্তুত?India: il paese è pronto per il ‘grande momento’ degli sport mondiali?
2কলকাতার সল্ট লেক সিটির বিবেকানন্দ যুব ভারতী মাঠে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে মুম্বাই সিটি এফসি'র বিরুদ্ধে গোলের পর কলকাতা ডি অ্যাটলেটিকোর ফিকরু টেফেরা ডিগবাজি খাচ্ছেন।Fikru Tefera dell'Atletico De Kolkata festeggia con un salto mortale il suo goal contro il difensore del Mumbai City Fc, durante la gara dell'Indian Super League (ISL) al Vivekananda Yuba Bharati Stadium di Salt Lake City, Kolkata, India.
3ছবি তুলেছেন রিপোর্টার#৭৫৮২৮৬।Immagine del Reporter#7585286.
4(12/10/2014) ক্রিকেট পাগল দেশ ভারত।Kolkata, India. Copyright (12/10/2014)
5সেখানকার রাস্তাঘাটে প্রায়ই শুনতে পাওয়া যায়- “চমৎকার ড্রাইভ খেললেন শচিন টেন্ডুলকার“।Diventare grandi in India è sempre stato associato a “Che bel colpo dritto di Sachin Tendulkar” [it], ma la cosa sta cambiando.
6মানুষজনও দীর্ঘদিন ধরে এসব শুনে অভ্যস্ত। তবে এখন অবস্থার পরিবর্তন এসেছে।I bambini stanno sentendo molto più spesso “Che bel rigore di Elano” [it] o “Che spettacolare volée di Roger Federer” [it].
7আজকালকার বাচ্চারা “এলানের চমৎকার ফ্রি কিক” অথবা “রজার ফেদেরার নিখুঁত ভলি”-এর মতো কথার সাথে ভালোভাবেই পরিচিত হয়ে গেছে।
8যদিও এতদিন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা নিচে আর সব খেলা চাপা পড়ে ছিল।Qualcosa sta cambiano in questa nazione fissata con il cricket, dove tutti gli altri sport una volta sembravano scomparire davanti ad esso.
9সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এর কথাটাই ধরা যাক। প্রথমবারের মতো অনুষ্ঠিত আইএসএল এশিয়ার এক নম্বর দর্শকপ্রিয় প্রতিযোগিতার আসন করে নিয়েছে।Improvvisamente, la Indian Super League (ISL) è la società calcistica più seguita in Asia [en, come i link seguenti, salvo diversa indicazione] e la quinta più seguita al mondo - una cifra sorprendente considerando che è la sua prima stagione.
10আর বিশ্বে পঞ্চম দর্শকপ্রিয়। আবার টেনিসের কথাই ধরুন।Anche il tennis sta avendo un boom senza precedenti.
11আগে এই খেলার নাম খুব বেশি মানুষ জানতোই না।
12এখন এটি অনেক জনপ্রিয় একটি খেলা।Quindi, cosa è cambiato?
13তো কী পরিবর্তন এসেছে? ভারতে ক্রিকেট কি তার জনপ্রিয়তা হারাচ্ছে?Il cricket sta perdendo la presa fra gli sport indiani o forse sono i suoi giocatori che godono di una fugace popolarità?
14না কি, অন্য খেলাগুলো অল্প সময়ের জন্য জনপ্রিয়তা পাচ্ছে? ফুটবল খেলার কথা যখন আসে, তখন ভারতকে “ঘুমন্ত দৈত্য” (স্লিপিং জায়ান্ট) হিসেবে বিবেচনা করা হয়।Quando si parla di calcio, l'India è stata sempre considerata un “gigante addormentato”, fin da quando si è piazzata quarta ai Giochi Olimpici del 1956 e più avanti per aver vinto due medaglie d'oro nei Giochi Asiatici.
15ফুটবল খেলায় দেশটি ১৯৫৪ সালে অনুষ্ঠিত অলিম্পিক আসরে চতুর্থ স্থান পেয়েছিল।Dopo questi successi, in ogni caso, il calcio è rimasto abbondantemente in disparte nel paese.
16তাছাড়া এশিয়ান গেমসে দু'বার স্বর্ণ বিজয়ী হয়েছে।Ovviamente, questo è quello che la ISL vuole cambiare.
17তবে এসব সাফল্য সত্ত্বেও ভারত ফুটবল খেলায় ঘুমন্ত দৈত্য হিসেবেই আছে।Con vecchie glorie del calibro di Robert Pires, Luis Garcia, David Trezeguet, Nicholas Anelka, David James, e Joan Capdevilla, la lega presenta alcuni giocatori molto importanti.
18আর এই অবস্থার পরিবর্তন আনতে চেয়েছে ইন্ডিয়ান সুপার লিগ আসর।I netizen hanno giustamente mostrato il loro entusiasmo in rete.
19এজন্য তারা রবার্ট পিয়েরেজ, লুইস গার্সিয়া, ডেভিড ট্রেজেগুয়েত, নিকোলাস আনেলকা, ডেভিড জেমস এবং জোয়ান ক্যাপডিভিলার মতো সাবেক তারকা খেলোয়াড়দের এনেছে।
20এসব নামীদামী তারকা খেলোয়াড়দের নিজেদের মাঠে খেলতে দেখে নেটিজেনরা তাদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি।I tifosi dei Goans si mettono in fila per acquistare i biglietti della semifinale della #ISL alle 6:30 del mattino.
21টিকেট ছাড়বে সকাল দশটায়।Le vendite aprono alle 10:00.
22অথচ ফুটবল পাগল মানুষেরা সেমিফাইনালের টিকেট কাটতে ভোর সাড়ে ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে।
23আইএসএল ম্যাচের আতশবাজি চমৎকার। আশা করি মাঠেও এরকম কিছু ঘটবে।Fuochi d'artificio prima della partita #ISL, speriamo che capiti qualcosa anche in campo.
24সুশান্ত ম্যাথু এটা করেই ফেলছে।Sushanth Mathew li ha ammazzati.
25কী চমৎকার গোল।Che spettacolo!
26ইন্ডিয়ান সুপার লিগে আমার দেখা সবচে' সেরা গোল।Il miglior goal degli ultimi tempi
27উত্তর আমেরিকার এমএসএল, জাপানের জে লিগ, অস্ট্রেলিয়ায় এ লিগ যেভাবে হয়, এটাও সেভাবে করা হয়েছে।Questo è esattamente quello che la MLS in Nord America, la J-League in Giappone e la A-League in Australia intendono fare.
28ধারনাটা খুব সাধারণ- দেশের খেলোয়াড়দের নিয়ে আন্তজার্তিকমানের খেলা শুরু করতে খেলার ভঙ্গি, দক্ষতা এবং জ্ঞান তাদের ভিতরে ছড়িয়ে দিতে হবে।
29এই পদ্ধতি নিশ্চিতভাবেই এমএলএস এবং এর কোম্পানিদের সাহায্য করেছিল।L'idea è semplice: far si che campioni internazionali facciano squadra con giocatori locali e gli trasmettano attitudini, capacità e conoscenze di gioco.
30তারা বছরের পর বছর আন্তর্জাতিক খেলায়, এমনকি বিশ্বকাপেও ভালো করেছিল।Cosa che ha di certo aiutato la MLS e gli altri, che anno dopo anno migliorano le loro performance sui campi internazionali e ai campionati mondiali.
31আইএসএলেও টিপি রেহেনেশ, অর্ণব মণ্ডল এবং সুভাষ সিংয়ের মতো ভারতীয় খেলোয়াড়রা সেরা খেলোয়াড়দের বিপরীদে নিজেদের সামর্থ্য দেখিয়ে দিতে পেরেছেন।In effetti, la ISL presenta giocatori Indiani come TP Rehenesh, Arnab Mondal e Subash Singh aprendosi l'opportunità di mostrare i propri talenti e di giocare contro i migliori al mondo.
32খেলার যতোদিন গেছে, ততো দর্শক বেড়েছে। পাল্লা দিয়ে খেলায় প্রতিযোগিতাও বেড়েছে।Mentre la popolarità della ISL cresce e la competitività aumenta, non è difficile essere ottimisti riguardo al futuro del calcio Indiano.
33এ থেকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া অমূলক নয়। এ তো গেল ফুটবলের কথা।L'India sta liberando il suo potenziale anche in un altro sport: il tennis.
34এবার আসি টেনিসে। ভারত টেনিসে ইতোমধ্যে সম্ভাবনার আলো ছড়াতে শুরু করেছে।Quest'anno, una moltitudine di persone ha seguito le partite della International Premier Tennis League (IPTL).
35চলতি বছরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ (আইপিটিএল)-এ বিপুল দর্শক সমাগম হয়েছিল।
36তাছাড়া তাদের রয়েছে মহেশ ভুপতি এবং লিয়েন্ডার পেজের মতো দু'জন তারকা টেনিস খেলোয়াড়।Con Mahesh Bhupathi [it] e Leander Paes [it], il paese possiede due dei migliori doppisti, insieme hanno partecipato a ben dodici Grand Slam.
37তারা দ্বৈত টেনিসে ১২বার গ্র্যান্ড স্লাম পদক জিতেছেন।Per qualche ragione, però, l'India non brilla nella specialità singola.
38যদিও ভারত একক টেনিসে তেমন খ্যাতিসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে পারেনি।
39এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভারত অন্যান্য দেশের মতো ফ্যাঞ্চাইজি টেনিস চালু করেছে।
40এ বছরে রজার ফেদেরার, নোভাক জেকোভিক, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, আনা ইভানোভিক, টমাস বারডিসের আন্তর্জাতিক টেনিস তারকারা ভারতের মাঠে খেলেছেন।
41- Atul Dev (@errows) December 6, 2014 অ্যালান উইলকিনস কী করতে পারেন তা দেখাচ্ছেন।Per migliorare le cose, è stato introdotto un sistema di franchigia, simile a quella già esistente in altri stati.
42ঈশ্বর ফেদেরারকে রক্ষা করুন। দিল্লিতে সঙ্গার বিরুদ্ধে সুপার শটে গোয়েল মুনফিলস বিজয়ী হওয়ার পর ইন্ডিয়ানআর্ক টিমের সদস্যরা উল্লাস করছেন।Con Roger Federer, Novak Djokovic, Serena Williams, Maria Sharapova, Ana Ivanovic, Tomas Berdych, la IPTL ha ottenuto che i nomi più grandi del tennis giocassero in India quest'anno, davanti a milioni di tifosi.
43অনেক সমস্যা সত্ত্বেও আইপিটিএল আসরের খেলাগুলো চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।Se questo è ciò che può fare Alan Wilkins, Dio salvi Federer.
44তবে সবচে' বেশি যেটা হয়েছে, সেটা হলো এই আসরের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছে।La panchina del team Indian Aces festeggia la vittoria di Gael Monfils nel super match contro tsonga7 a Delhi.
45শুধু তাই নয়, জনপ্রিয়তা পাবার সাথে সাথে ম্যানিলা, নয়া দিল্লি, সিঙ্গাপুর এবং দুবাইয়ে অনুষ্ঠিত বিভিন্ন টুর্নামেন্টে ইন্ডিয়ান আর্ক বিজয়ী হয়েছে।Molti hanno screditato i match della IPTL, definendoli mere esibizioni (compreso il presidente esecutivo della ATP Tour, Chris Kermode), ma la IPTL vuole solamente portare il tennis in quei paesi assetati di grandi campioni sportivi.
46সবচে' আশ্চর্যের ব্যাপার হলো এই আসর দর্শকদের মনোযোগ কেড়েছে এবং টেলিভিশনের রেটিং-ও বেড়েছে।
47টেনিসে ভারতীয়দের আগ্রহ ধরে রাখতে শুধু এই ধরনের আসরের আয়োজন করাই যথেষ্ট নয়।Viaggiando per Manila, Nuova Delhi, Singapore e Dubai, la competizione ha visto diversi assi indiani vincere svariate partite.
48টেনিসের অবকাঠামোও নতুন করে করতে হবে। তবে আসবে বাধাহীন সাফল্য।Ancor più sorprendentemente, la competizione ha riscosso un buon successo e ha contato un buono share di telespettatori in TV.
49এখানেই কিন্তু শেষ নয়। ভারত ২০১৭ সালে অনৃষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করবে।Per essere una competizione pensata solo per tenere alta l'attenzione dell'India per il tennis, mentre la nazione riorganizza e rimodella le sue infrastrutture tennistiche, i risultati sono eccellenti.
50তাছাড়া হকি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৪ প্রতিযোগিতাও আয়োজন করেছে ভারত। এই প্রতিযোগিতা মাত্র কয়েকদিন আগে ভূবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছে।E non è tutto: l'India ospiterà nel 2017 la Coppa del mondo FIFA under 17 e il Trofeo Champions di Hockey 2014, che si è appena disputata a Bhubaneshwar.
51খেলাধুলার বিশ্ব ভেনু হিসেবে ভারত “ঘুমন্ত দৈত্য” হিসেবে আবির্ভূত হচ্ছে।Come sede mondiale dello sport, l'India risulta essere un affascinante “gigante addormentato”.
52তাছাড়া সাম্প্রতিক সময়ে ফুটবল এবং টেনিসের মতো খেলায় ব্যাপক দর্শকপ্রিয়তা এই আশাবাদকে আরো উজ্জীবিত করেছে।Il recente incremento della popolarità di sport come il calcio o il tennis fa aumentare le speranze e le aspettative riposte negli atleti indiani futuri.