Sentence alignment for gv-ben-20120424-25249.xml (html) - gv-ita-20120510-59333.xml (html)

#benita
1আরব বিশ্ব: বিপ্লবে যে প্রযুক্তিগুলো দরকারMedio Oriente: tecnologia al tempo della rivoluzione
2আরব উত্থানগুলো পরিবর্তন আনার ক্ষেত্রে সামাজিক মিডিয়া এবং মোবাইল প্রযুক্তির ভূমিকা সম্পর্কে একটি বিতর্ক সৃষ্টি করেছে।Le rivolte arabe hanno permesso che si aprisse un dibattito [en,come i link successivi, eccetto dove diversamente indicato] riguardo il ruolo svolto dai social media e dalla tecnologia mobile in una fase di cambiamento come quella che l'area sta attraversando.
3ঐ বিষয়ে আপনি যে সিদ্ধান্তেই আসুন না কেন এক্টিভিস্টরা নিশ্চয়ই নতুন প্রযুক্তির ব্যাপক সম্ভার ব্যবহার করবেন এবং আমরা এই পোস্টে সেগুলোর কয়েকটির উপর দৃষ্টিপাত করবো।Al di là delle singole opinioni sul tema, resta indubbio il fatto che gli attivisti continuino ad utilizzare le nuove tecnologie in maniera massiva.
4আপনার গ্রেফতার রিপোর্টDare notizia del proprio arresto
5আরব উত্থানের প্রারম্ভে অনেক ব্লগার এবং এক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে।Molti sono stati i blogger e gli attivisti detenuti dall'inizio delle rivolte nel mondo arabo.
6সিরিয়াতে শুধু গত কয়েক মাসে রিমা দালি, সাফানা বাগলেহ, আলি মাহমুদ ওথমান, রাজান ঘাজ্জাউয়িকে হাজতে ঢোকানো হয়েছে।In Siria, soltanto negli ultimi mesi sono stati arrestati Rima Dali, Safana Baqleh, Ali Mahmoud Othman, Razan Ghazzawi.
7মিশরে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র কয়েকজন হলেন মাইকেল নাবিল সানাদ, আলা আব্দ এল ফাত্তাহ এবং আমর ঘ্রাবেয়া।In Egitto, Maikel Nabil Sanad, Alaa Abd El Fattah e Amr Gharbeya sono solo alcuni esempi.
8তিউনিশিয়া এবং বাহরাইনের মত দেশের পাশাপাশি মিশরে ঢুকতে না দিয়ে তদন্ত করার নাম করে কায়রো এয়ারপোর্টে আটকে রাখা ব্লগার অথবা এক্টিভিস্টদের কথা বাদ দিলেও এই কয়টি দেশ।Senza menzionare altri paesi come la Tunisia o il Bahrein, o casi come quello di blogger o attivisti cui è stato negato l'ingresso in Egitto e che sono stati trattenuti all'aeroporto del Cairo.
9ব্লগার এবং এক্টিভিস্টদের কাউকে কাউকে পরে মুক্তি দেয়া হলেও গ্রেপ্তারের সময় তাদের অনেকে কি ঘটছে একথা তাদের আইনজীবি ও পরিবারের সদস্যদের বলারও সময় পায়নি। আর এখানেই প্রযুক্তি একটি ভূমিকা পালন রাখতে পারে।Nonostante alcuni dei blogger e degli attivisti siano stati infine rilasciati, molti di loro non hanno avuto la possibilità, durante il periodo di detenzione, di comunicare ai propri avvocati o familiari la situazione in cui si trovavano.
10সামান্য আগে গ্লোবাল ভয়েসেস এডভোকেসি প্রদায়ক রামি রুফ এরকম একটি প্রযুক্তিগত সমাধান এতমাসাক্ত সম্পর্কে বলেছেন:Ed è in casi come questi che la tecnologia ha potuto giocare un ruolo fondamentale.
11@রামিরুফ: আমাদের বন্ধু মোহাম্মেদ হুসেন (@৭আলোলি) এই ব্যবহারিক প্রযুক্তিটি http://bit.ly/Etmasakt তৈরী করেছেন যা দিয়ে আপনি গ্রেপ্তার হয়ে যাওয়ার সময় মানুষকে সতর্ক করতে পারেন। #মিশর #অ্যান্ড্রয়েডNon molto tempo fa, ad esempio, Ramy Raoof, collaboratore di Global Voices Advocacy, parlava di Etmasakt, strumento che può fornire una soluzione tecnica in queste situazioni: RamyRaoof: Il nostro amico Mohamed Hussien (@7aloli) ha sviluppato questa applicazione per Android (http://bit.ly/Etmasakt) per avvisare in caso si venga arrestati.
12এতমাসাক্ত আপনাকে বহু নম্বরে (পরিবার, আইনজীবি, এক্টিভিস্ট ইত্যাদি) ক্ষুদে বার্তা পাঠানোর পাশাপাশি আপনার গ্রেপ্তারের স্থানটি জানাতে সাহায্য করে।Etmasakt permette l'invio di brevi messaggi a destinatari multipli (familiari, avvocati, attivisti, ecc.), indicando inoltre il luogo esatto dell'arresto.
13আরবি শব্দ এতমাসাক্ত মানে “আমি গ্রেফতার হয়েছি।”Etmasakt è espressione araba per “Mi hanno arrestato”.
14অরলান্ডো এলকাবীর তার ব্লগে ব্যবহারিক প্রযুক্তিটি সম্পর্কে লিখেছেন এবং এটা কীভাবে বহু প্রাপককে এক ক্লিকে আপনার ফোনের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ধরে নিয়ে আপনার সঠিক অবস্থানসহ একটি ক্ষুদে বার্তা পাঠায় সে সম্পর্কে:Orlando Elkabeer, nel suo blog, ha spiegato il funzionamento di questa applicazione: essa è in grado di inviare, con un solo click, un SMS a destinatari multipli indicando la posizione esatta del detenuto fornita dal sistema GPS del cellulare:
15ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে আপনি গ্রেপ্তার হয়েছেন জানিয়ে একাধিক প্রাপককে একটি ক্ষুদে বার্তা এবং এক ক্লিকে তাদের কাছে আপনার সঠিক অবস্থানটি জানানোর সুযোগ করে দিবে।L'applicazione ti permette di inviare un SMS a destinatari multipli, comunicando loro che sei stato detenuto e inviando loro la tua posizione esatta con un solo click.
16এতমাসাক্তই এধরনের একমাত্র ব্যবহারিক প্রযুক্তি নয়।Ma Etmasakt non è la sola applicazione di questo tipo.
17এছাড়াও “বাইটটুএবেদ৩আলিয়া” এবং “আমি গ্রেপ্তার হতে যাচ্ছি” রয়েছে; বড় ধরনের ব্যবহারকারী ভিত্তিক হওয়ার কারণে শেষোক্তটি পুরোনো মনে হয়।“Byt2ebed 3alia” e “I'm Getting Arrested” [it] svolgono lo stesso compito, anche se quest'ultima vanta un utilizzo più ampio, e richiede dunque più tempo per entrare in funzione.
18এধরনের বিভিন্ন সব ব্যবহারিক প্রযুক্তির অস্তিত্ব মূলত একই কাজের জন্যে যার মানে হলো তাদের একটি প্রয়োজন রয়েছে।L'esistenza di tutte queste applicazioni con lo stesso scopo è certamente prova della necessità di “servizi” come quelli citati.
19সরাসরি ভিডিও সম্প্রচারTrasmissione di video dal vivo
20আপনি আপনার ভিডিও ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা রেকর্ডিং করার পর বন্দি হয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আপনার ক্যামেরা ধ্বংস হয়ে গেলো অথবা অন্তত জোর করে আপনার মেমরি কার্ড মুছে দিলো, এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না।Non c'è nulla di peggiore che filmare un incidente importante per poi essere immediatamente arrestati dalle forze di sicurezza e vedere la propria videocamera distrutta o essere costretti a cancellarne la memoria.
21আর একারণেই এক্টিভিস্টদের কাছে ব্যাম্বিউজার খুব জনপ্রিয় টুল (সরঞ্জাম)।Per evitare situazioni come questa, Bambuser si è distinto come mezzo molto diffuso tra gli attivisti.
22এই সুইডিশ মোবাইল ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে ভিডিও ধারণ করে তক্ষুণি সেগুলি আপনার মোবাইল ফোন থেকে আপলোড করার সুযোগ দিবে; অনেকটা আপনার পকেটে একটা ভিডিও সম্প্রচার স্টেশন থাকার মতো।L'applicazione, di origine svedese, permette di registrare video e di scaricarli in maniera immediata dal telefono cellulare: in poche parole, una stazione radio tascabile.
23সিরীয় সরকার এটা অবরোধ করার পূর্ব পর্যন্ত অনেক সিরিয়াবাসী ব্যাম্বিউজার ব্যবহার করেছে।Bambuser ha conosciuto ampio utilizzo in Siria, prima che il governo lo bloccasse.
24ফেব্রুয়ারিতে এই পরিষেবাটি তার নিজস্ব ব্লগে জানিয়েছে যে সিরিয়াতে একে অব্রোধ করা হয়েছে:L'informazione del suo blocco è stata diffusa sul relativo blog nel mese di febbraio:
25বিগত সপ্তাহগুলোতে সিরিয়া থেকে ব্যাম্বিউজার সম্প্রচারের সংখ্যা বেড়ে গিয়েছে।Durante le ultime settimane il numero di trasmissioni di Bambuser dalla Siria è cresciuto.
26এসব ফুটেজে সিরিয়াতে বোমাবর্ষণ, আক্রান্ত জনগণ, ধ্বংস এবং স্থানীয় মাঠপর্যায়ের হাসপাতালের করুণ অবস্থা দেখা যাচ্ছে।Alcune di esse contengono informazioni di forte impatto, riferite a bombardamenti, vittime, e a immagini di alcuni ospedali di campagna in pessime condizioni.
27হোমসে তেল পাইপলাইন ধ্বংসের মতো কিছু কিছু সরাসরি ফুটেজ বিভিন্ন প্রধান প্রধান টিভি চ্যানেল যেমন সিএনএন, বিবিসি, আলজাজিরা এবং স্কাইনিউজে ব্যবহৃত হয়েছে:Alcuni di questi contenuti, come quello dell'oleodotto andato distrutto a Homs, sono stati trasmessi anche dalle grandi emittenti satellitari CNN, BBC, AlJazeera y Skynews:
28আমরা বিশ্বাস করি এই ফুটেজ ব্যাম্বিউজার. কম অবরোধ এবং সিরিয়ার থ্রিজি মোবাইল ফোনে সরাসরি ভিডিও সম্প্রচারের সম্ভাবনাকে নিষ্ক্রিয় করতে সিরীয় সরকারকে উদ্যত করেছে।Crediamo che tali contenuti abbiano spinto il governo siriano a bloccare l'accesso a bambuser.com per impedire la trasmissione di video in diretta dai cellulari nello spazio 3G siriano.
29মিশরে তারেক শালাবি ব্যম্বিউজার ব্যবহার করে তার নিজের গ্রেপ্তারের সংবাদ জানিয়েছেন এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি না দেয়ার কারণে এক্টিভিস্টরা সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণে পরিষেবাটি ব্যবহারের পরিকল্পনা করেছেন।In Egitto, Tarek Shalaby comunicò di essere stato arrestato attraverso Bambuser, mentre in seguito fu stabilito l'utilizzo dell'applicazione per monitorare il normale svolgimento delle elezioni parlamentari, compito che era già stato impedito di svolgere agli osservatori internazionali.
30মিশরীয় বিপ্লবের প্রথম দিনগুলোতে দু'দিন পরে পুরো ইন্টারনেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে অন্যান্য পরিষেবার পাশাপাশি সরকার ব্যম্বিউজার অবরোধের সিদ্ধান্ত নিয়েছিল।Durante i primi giorni delle proteste egiziane, il governo decise dunque di bloccare Bambuser, arrivando, pochi giorni dopo, alla decisione estrema di negare l'accesso a tutta la Rete.
31অন্যান্য সরঞ্জামAltri strumenti utili
32নেক্সট ওয়েবের ন্যান্সি মেসিয়াহ এক্টিভিস্টদের জন্যে মৌলিক মোবাইল ব্যবহারিক প্রযুক্তি অস্ত্রাগার জড়ো করেছিলেন।Nancy Messieh, del sito The Next Web, ha messo insieme un intero arsenale di applicazioni essenziali per il cellulare destinate agli attivisti.
33তৃণমূল পর্যায়ে ডিজিটাল এক্টিভিস্টদের সনাক্তকরণ, সংযোগ, এবং সমর্থনের জন্যে নিবেদিত এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পক্ষাবলম্বনকারী অলাভজনক সংস্থা আন্দোলন. অর্গ মুক্ত উৎস শব্দ প্রক্রিয়াকরণ (ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং) এবং অডিও/ভিডিও সম্পাদনা সফ্টওয়্যার থেকে শুরু করে এনক্রিপশন এবং টানেলিং সফ্টওয়্যার পর্যন্ত কয়েক ডজন ব্যবহারিক প্রযুক্তির তালিকা করেছে।Il sito Movements.org, organizzazione senza fini di lucro dedicata a identificare, mettere in contatto e offrire assistenza agli attivisti digitali e agli avvocati nell'utilizzo delle nuove tecnologie, ha identificato dozzine di applicazioni, da programmi di editing audio e video o di videoscrittura, fino a programmi di codificazione e tunneling.
34এছাড়াও এটার মতো কম দরকারি ব্যবহারিক প্রযুক্তি রয়েছে যা আপনার মোবাইল ফোনে মিশরীয় বিপ্লবের সময় গৃহীত ছবির গ্যালারি এনে দিয়ে নথিবদ্ধ করার চেষ্টা করতে পারে।Esistono infine altre applicazioni quali Google Play, che tenta di documentare le proteste egiziane attraverso una galleria di fotografie scattate da cellulari, tuttavia esse registrano un minore utilizzo rispetto alle prime.
35স্বয়ংক্রিয়তার মন্দ দিকGli inconvenienti dell'automatizzazione
36উপরোক্ত ব্যবহারিক প্রযুক্তিগুলোর উপকারিতা সত্ত্বেও স্বয়ংক্রিয়তা একটি সমস্যাও হতে পারে।Nonostante la comprovata utilità di questo tipo di applicazioni, l'automatizzazione non è esente da alcuni problemi.
37মোস্তফা শেস্তাউয়ি থেকে একমাস আগে এক্টিভিস্ট হোসাম এল হামালাউয়ি একটি ক্ষুদে বার্তা পেয়েছেন যা বলছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন।Un mese fa, ad esempio, l'attivista Hossam El Hamalawy riceveva un breve messaggio da parte di Mostafa Sheshtawy nel quale egli avvertiva di essere stato detenuto.
38@৩এরাবাউয়ি: সবাই শুনুন, কয়েক মিনিট আগে আমি @এমশেস্তাউয়ি থেকে একটা লিখিত (টেক্সট) বার্তা পেয়েছি যা বলছে যে তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন।@3arabawy: Ragazzi, pochi minuti fa ho ricevuto un SMS da @msheshtawy nel quale dice di essere stato arrestato.
39আমি তাকে ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না।L'ho chiamato, ma non risponde.
40জনগণ (ইতোমধ্যে) মোস্তফা শেস্তাউয়ি সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে এবং পরে আবিষ্কৃত হয় যে বার্তাটি ভুল পাঠানো হয়েছিল:In molti iniziarono quindi a preoccuparsi per Mostafa Sheshtawy fino a che non si scoprì che il messaggio in questione era stato inviato per sbaglio:
41@এমশেস্তাউয়ি: জনগণ আমি ভাল আছি।@msheshtawy: Ragazzi, sto bene.
42আমি গ্রেপ্তার বা কিছু হইনি।Non mi hanno incarcerato né mi è capitato nulla di simile.
43আমার ফোনটি আমার সঙ্গে ছিল না।Non avevo il cellulare con me.
44জনগণ আমি দুঃখিত।Mi dispiace.
45@এমশেস্তাউয়ি: আমি ঘুমিয়ে থাকার সময় কেউ এই ব্যবহারিক প্রযুক্তিটির উপর চাপ দিয়েছে।@msheshtawy: Qualcuno ha attivato l'applicazione mentre dormivo. Uno scherzo di cattivo gusto.
46যেই করে থাকুক আমি তাকে শাস্তি দিব।Mi preoccuperò di scoprire il colpevole.
47আমি সত্যিই দুঃখিত।Mi dispiace molto.
48সবশেষে, ঠিক এক্টিভিস্ট ও নাগরিকদের মতো একনায়কেরাও নতুন প্রযুক্তি ব্যবহার করে।Infine, analogamente ad attivisti e comuni cittadini, anche i dittatori si avvalgono delle nuove tecnologie.
49স্বৈরাচারী শাসকগোষ্ঠী সেন্সরশিপ আরোপ এবং গণতন্ত্রের পক্ষের বিক্ষোভকারীদের উপর গোয়েন্দাগিরি করার সময় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর সাহায্য পেয়েছে।I regimi autoritari dei Paesi arabi hanno ricevuto l'appoggio di alcune aziende USA che progettano strumenti utili alla censura e allo spionaggio contro le manifestazioni pro-democratiche.
50প্রযুক্তি একটি দ্বিধারী তরবারীর মতো প্রত্যেকেই নিজ নিজ উদ্দেশ্যে একে ব্যবহার করে।Per ultimo, e non meno importante, la tecnologia resta un'arma a doppio taglio, e ciascuno può utilizzarla secondo i propri interessi.