# | ben | ita |
---|
1 | চীন: ৫০ সেন্ট নামক পার্টিকে চ্যালেঞ্জ | Cina: netizen criticano il “Partito dei 50 Centesimi” |
2 | ৫০ সেন্ট পার্টি অনলাইন জনমতকে কাঙ্খিত রূপ দেয়ার জন্যে চীনা সরকার অথবা চীনা কমিউনিষ্ট পার্টির ভাড়া করা ইন্টারনেট মন্তব্যকারীদের নিয়ে সংগঠিত। | Il 50 Cent Party [en] è composto da commentatori internet ingaggiati dal Governo o dal Partito Comunista Cinese per influenzare l'opinione pubblica online. |
3 | প্রায়শই এই ৫০ সেন্ট পার্টি সমালোচনামূলক মতামতের নেতৃত্ব প্রদানকারীদের দেশের বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করে। | Spesso il Partito dei 50 Centesimi bolla i leader che esprimono opinioni critiche come traditori del Paese. |
4 | ২৬ ফেব্রুয়ারি সিনা উয়েইবো [১] ব্যবহারকারী ঝাঙ নঙ নিম্নলিখিত পোস্ট এবং ছবির সঙ্গে ৫০ সেন্ট পার্টিকে প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে: | Il 26 febbraio Zhang Nong di Sina Weibo [it] ha deciso di sfidare apertamente [zh] il Partito dei 50 Centesimi con questo post e l'annessa foto: [Possiamo forse definire ciò patriottico?] |
5 | [আমরা এগুলোকে কী দেশপ্রেমিক বলতে পারি?] যখন সমাজ দুর্নীতিতে প্লাবিত, আপনি সমালোচনা করছেন না; যখন ধনী আর ক্ষমতাশালীরা নিয়ন্ত্রণহীন কাছে, আপনি রাগান্বিত অনুভব করেন না; আপনি শিক্ষার বোঝা সম্পর্কেও কোন মন্তব্য করেন না; স্বাস্থ্যসেবার অভাবে আপনি আমাদের ব্যথা শেয়ার করেন না; আপনি কৃষকদের দুর্দশা দেখেন না; আপনি বেকারদের দুঃখ শুনতে পান না; আপনি স্বৈরাচারী শাসনকে দোষ দেন না… কিন্তু যখনই আমি উপরোক্ত সব সমস্যার সমালোচনা করি, আপনি উত্তেজিত হয়ে আপনার সব বন্ধুদের আমাকে আক্রমণ করতে আহ্বান করেন। | Se la corruzione dilaga nella società e tu non la critichi; se ricchezza e povertà sono fuori controllo e tu non provi collera; non fai nemmeno commenti sull'educazione oppressiva; non partecipi della sofferenza per l'insufficiente assistenza sanitaria; non ti accorgi della sofferenza dei contadini; non senti la pena dei disoccupati; non incolpi il potere autoritario … Per altro, se critico questi problemi, ti turbi e chiami a raccolta i tuoi amici per attaccarmi. È così che ami il tuo Paese, gang dei 50 centesimi? |
6 | ৫০ সেন্ট গ্যাং, এভাবেই কী আপনারা আপনাদের দেশকে ভালবাসেন? | L'immagine a fianco è un montaggio del simbolo del movimento comunista, falce e martello. |
7 | বামের ছবিটি কমিউনিস্ট আন্দোলনের প্রতীক হাতুড়ী ও কাস্তের সংমিশ্রণ। | Zhang ha trasformato il vessillo della rivoluzione sociale nel numero arabo “5”, a indicare il Partito dei 50 Centesimi. |
8 | ঝাঙ ৫০ সেন্ট পার্টি বুঝাতে সামাজিক বিপ্লবের হাতিয়ারটিকে আরবি সংখ্যা “৫”-এ রূপান্তরিত করেছেন। | La pagina [zh] è stata finora condivisa più di 1800 volte ed ha provocato 560 commenti. |
9 | থ্রেড-এ প্রকাশিত হওয়ার পর থেকে এপর্যন্ত ১,৮০০ বারেরও বেশি এটি শেয়ার করা হয়েছে এবং ৫৬০টি মন্তব্য আকর্ষন করেছে।: | La maggior parte di essi esprime appoggio per Zhang, mentre alcunimhanno, come al solito, tentato di contrattaccare: |
10 | 黑桃 老কে২০১১: এই পতাকাটি ৫০-সেন্টওয়ালারা মারা গেলে তাদের কফিনের আবরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। | 黑桃老K2011:Si può usare questa bandiera per coprire le bare di quelli che fanno parte dei Partito dei 50 Centesimi dopo che sono morti. |
11 | ১০ 小牛 直面 改革: এই পোস্টের কারণে আমি ঝাঙের ভক্ত হয়েছি। | 10小牛直面改革:Sono diventato sostenitore di Zhang a causa di questo post. |
12 | আমি বুঝি না কেন এত মানুষ ভুল-শুদ্ধ নির্বিশেষে দেশটিকে সমর্থন করে: ‘আমার দেশটি যতই অশুভ হোক, এটা ভালো; অন্য দেশ মুক্ত ও গণতান্ত্রিক হোক, তারা নকল।‘ | Non capisco perché così tanta gente appoggi il Paese senza distinguere il giusto dall'ingiusto: ‘Non importa quanto malvagio sia il mio Paese, esso è il bene; non importa quanto libere e democratiche siano le altre Nazioni, esse sono un imbroglio.' |
13 | এ ধরনের প্রচারণার কি কোন অর্থ আছে? | Questa propaganda ha un senso? |
14 | আমি 我 相信: ৫০ সেন্ট পার্টি হল চীনা সমাজের তৈরী। | I我相信:Il Partito dei 50 Centesimi è il prodotto della società cinese. |
15 | তারা তৈরী হয়েছে কারণ ধনী আর ক্ষমতাশালীদের অন্তরঙ্গ পুঁজিবাদ এবং সাধারণ মানুষকে শোষণের ন্যায্যতা প্রতিপাদনের জন্যে তাদের প্রয়োজন। | Sono nati perché ricchezza e povertà hanno bisogno di loro per giustificare l'amico capitalismo e sfruttare la gente comune. |
16 | অতীতে আমি ৫০-সেন্টওয়ালাদের অভিশাপও দিয়েছি, কিন্তু এখন আমার কাছে এধরনের প্রতিক্রিয়া বেশি ভদ্র গোছের মনে হয়; তারা দুর্নীতিগ্রস্ত সামাজিক ব্যবস্থাটির উপজাত মাত্র। | In passato ho anche maledetto i 50-Center, ma ora trovo le critiche troppo ingenue; essi sono il sottoprodotto del sistema sociale corrotto. |
17 | আমরা তাদের দোষারোপ করতে পারি না। | Non possiamo addossare a loro la responsabilità. |
18 | 随心 所 意 随心 动: ৫০ সেন্টওয়ালাদের স্লোগান: দলের নির্দেশনা অনুযায়ী কাজ কর। | 随心所意随心动:Lo slogan del Partito dei 50 Centesimi: Agisci secondo le istruzioni del Partito. |
19 | 我 爱-এফ১: আপনি আমার মধ্যে বিবেক পাবেন না, এটি পার্টির টিকে থাকা এবং মৃত্যু উভয়টির উপর নির্ভর করে। | 我爱-F1:Non trovi scrupoli in me, è questione di vita o di morte per il Partito. |
20 | সোরোস১৯৮১: তাদের কেউ কেউ ৫০-সেন্টওয়ালা। কিন্তু তারপরও এদের অনেকেরই জন্ম বিদ্যমান ব্যবস্থার অধীনে। | Soros1981:Alcuni di loro sono del Partito dei 50 Centesimi, molti di più sono quelli nati durante l'attuale governo. |
21 | তাদের কোনো কা-জ্ঞান নেই, এখনো শিক্ষিত হতে দেরী আছে। | Essi non hanno alcun buon senso e devono essere illuminati. |
22 | ইতিহাস নিজেকে প্রকাশ করতে সময় নেয়। | La storia ha bisogno di tempo per rivelarsi. |
23 | 怀化学院张洪华: এই বিশ্বে এত বেশি ৫০-সেন্টওয়ালা খুঁজে পাওয়া অসম্ভব। | 怀化学院张洪华:Non è possibile trovare così tanti che fanno parte del Partito dei 50 Centesimi a questo mondo. |
24 | তারা মগজ ধোলাই করা হচ্ছে মাত্র, এখনো জেগে ওঠেনি। | Hanno subito il lavaggio del cervello e non si sono ancora svegliati. |
25 | উদাহরণস্বরূপ, আমি সবসময় আমার রুমমেটদের ৫-৬ জনের সঙ্গে তর্ক করি। | Per esempio, discuto sempre con i miei compagni di stanza, 5 o 6 di loro. |
26 | তারা ৫০-সেন্টওয়ালা নয় আর আমি পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি না। | Non fanno parte del Partito dei 50 Centesimi e io non cerco di convincerli. |
27 | তারা উন্নয়নের বিভিন্ন ধাপ সম্পর্কে এবং চীন প্রসঙ্গে বই থেকে উদ্ধৃতি দিতে পছন্দ করেন। | Amano fare citazioni da libri sui differenti stadi dello sviluppo e sul contesto generale della Cina. |
28 | যখন আমি বলি এই ধরনের একনায়কতন্ত্র রাহাজানির সমান, কখনো কখনো তারা উত্তর দেন: তাতে কি? তারা তো বৈধ ডাকাত। | Quando dico qualcosa come ‘ la dittatura equivale al banditismo', replicano: che cosa? sono banditi in regola con la legge. |
29 | আমি শুধু বলতে পারি, এটা নিয়ে ১০ বা ২০ বছর পরে কথা বলা যাক। | Posso solo dire, riparliamone tra 10 o 20 anni. |
30 | 蕓隨風飄: এআই: আপনি যখন এই দেশটি বুঝতে আরম্ভ করবেন, ততক্ষণে আপনি অপরাধের পথে ধাবিত। | 蕓隨風飄:Ai: Quando cominci a capire questo Paese, sei già sulla strada verso il crimine. |
31 | 林岳芳: 林岳芳: [সত্যিই কি মানুষ তাদের দেশের প্রতি এমন বিশ্বাসঘাতকতা করে?] আপনি বেশি সংখ্যক উচ্চ অট্টালিকা ভবনের প্রশংসা করবেন না; আপনি চওড়া ঢালাই রাস্তার গর্ব করবেন না; আপনি আমাদের প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে কিছুই গ্রাহ্য করবেন না; আপনি শহরগুলোর সৌন্দর্য দেখেন না; আপনি কৃষকদের সুখ দেখেন না; আপনি জনগণের হাসি শুনেন না; আপনি মানুষের মনের অন্ধকার দিকটির সমালোচনা করেন না … যখনই এই স্বর্গীয় ভূমিতে একটি অতি ক্ষুদ্র সমস্যা হয়, আপনি সত্য সম্পর্কে গ্রাহ্য করেন না, পরিবর্তে শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে সারাদেশকে আক্রমণ করেন। | 林岳芳: [Davvero la gente tradisce un Paese come questo?] Tu non lodi il gran numero di alti palazzi; tu non ti vanti delle grandi strade asfaltate; non ti importa nulla dei progressi della nostra tecnologia; non ti accorgi della bellezza delle città; non vedi la felicità dei contadini; non senti la gente ridere; non critichi il buio della mentalità umana … quando un piccolo problema si affaccia in questo paese paradisiaco, non ti preoccupi della verità, invece cogli l'occasione per attaccare l'intero Paese. |
32 | আপনি উপর নীচ লম্ফ-ঝম্প করে আপনার বন্ধুদের এবং অভিশাপ আক্রমণ করতে ডাকেন। | Saltelli qua e là e chiami i tuoi amici per imprecare ed attaccare. |
33 | পশ্চিমী দাসেরা, এভাবেই কী আপনারা আপনাদের দেশকে বিক্রি করেন? | Servi dell'Occidente, è così che svendete il vostro paese? |
34 | ওয়েন্ডিএসএফ: একটি ৫০ সেন্ট পার্টি পতাকা? | wendySF:Una bandiera del Partito dei 50 Centesimi? |
35 | একটি নতুন সৃষ্টি? | Una nuova creazione? |
36 | আমি আশা করি যে ৫০-সেন্টওয়ালা প্রজন্ম এবং এদের অনুসরণকারীরা এই সমাজে চিরতরে বসবাস করবে। আর তারা গুণগান অব্যহত রাখবে। | Spero che questa generazione di commentatori pagati e quelli che li seguono continuino a vivere in questa società che ammirano. |
37 | সিমা নানের মতো সমালোচনার অভিনয় করবেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন [৩] কিন্তু সেখানে বসবাসের জন্যে তার স্ত্রী এবং পুত্রকে পাচার করেছেন। | Non fate come Sima Nan [en], che condanna gli Stati Uniti [en], ma ha mandato clandestinamente moglie e figlio a vivere là. |
38 | সিমা‘ই ৫০-সেন্টওয়ালাদের আসল রূপ। | Sima è l'essenza del Partito dei 50 Centesimi. |