# | ben | ita |
---|
1 | জর্জিয়া: এলজিটিবিটি একটিভিস্টদের আক্রমণ করেছে ধর্মান্ধরা | Georgia: attivisti LGBT aggrediti da gruppi religiosi ortodossi |
2 | জর্জিয়াতে প্রথমবারের মতো ১৭ই মে সমকামীতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এসময় গোঁড়া খ্রিস্টানদের একটি দল রাজধানী তিবলিসির শহরতলীতে সেখানকার এলজিটিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামী) একটিভিস্টদের আটকে দেয়। | Durante il primo evento di questo genere organizzato nella nazione, per festeggiare la Giornata Internazionale Contro l'Omofobia, il 17 maggio scorso gli attivisti LGBT [it] georgiani sono stati bloccati da un gruppo di cristiani ortodossi mentre marciavano nel centro di Tbilisi, la capitale del Paese. |
3 | খ্রিষ্টানপ্রধান দেশটিতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ভ্রষ্টাচার সৃষ্টিতে প্রণোদনা যোগাতে পারে এই অভিযোগে পুরোহিতদের নেতৃত্বে সনাতন (অর্থডক্স) পিতা-মাতাদের ইউনিয়ন (ইউওপি) মিছিলটি বন্ধের দাবি করে। | I sacerdoti alla guida dell'Unione dei Genitori Ortodossi (UOP) pretendevano che la marcia si fermasse, sostenendo che potrebbe condurre le generazioni più giovani alla depravazione morale in un paese a maggioranza cristiana. |
4 | জবাবে এলজিটিবিটি একটিভিস্টরা মিছিল চালিয়ে যাওয়ার জন্যে তাদেরকে পথ পরিষ্কার করে দিতে বলে। কিন্তু ইউওপি এবং পুরোহিতরা নিকটবর্তী পুলিশকে মিছিলটি থামাতে রাজি করাতে ব্যর্থ হলে একটি হাতাহাতির ঘটনা ঘটে। | Gli attivisti hanno risposto chiedendo di lasciare libero il passaggio in modo che la marcia potesse continuare, ma quando i tentativi dei sacerdoti e dell'UOP di convincere la polizia situata nei paraggi a fermare la marcia sono falliti, è scaturito uno scontro fisico. |
5 | ছবি, টিএসপ্রেস. জিই | Marcia LGBT a Tbilisi. |
6 | একজন এলজিটিবিটি একটিভিস্ট গোঁড়া আক্রমণকারী্দের বিরুদ্ধে যুদ্ধ করছে। | |
7 | ছবি: রয়টার্স | Foto di TSpress.ge |
8 | জর্জিয়ার পুলিশ একজন এলজিটিবিটি একটিভিস্টকে তাদের হেফাজতে নেয়। ছবি: রয়টার্স | @gabo_ge: la polizia ha arrestato tre attivisti di Identoba, un'organizzazione che lavora su questioni LGBT. |
9 | @গ্যাবো_গে পুলিশ এলজিটিবিটি সমস্যা নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ইদেন্তোবা'র তিনজন এক্টিভিস্টকে গ্রেফতার করে। | @temuchin22: UOP (Union of Orthodox Parents) picchiano le persone e quelli che vengono picchiati sono presi in custodia: pretendo che gli UOP vengano arrestati. |
10 | @তেমুচিন২২: ইউওপি (সনাতন পিতা-মাতা্দের ইউনিয়ন) লোকজনকে পিটিয়েছে এবং যাদের পেটানো হয়েছে তাদের হেফাজতে নেয়া হয়েছে, এরকম আইন প্রয়োগকারীদের আটক করুন, আমি ইউওপি'দের গ্রেপ্তার দাবি করি। | |
11 | @লিশতোতাহ: “প্রথম গর্বটি ধারণ” করার মধ্যে সীমিত এলজিটিবিটি এক্টিভিজম শুধু #সমকামীতা আতংক উস্কে দিবে #তিবলিসিতে: এখানে (আরো) উটকো (মনে হবে): | @lishtotah: gli attivisti LGBT che si limitano ad organizzare il loro “primo evento pride” alimenteranno solamente #homophobia a #Tbilisi :queer qui: |
12 | @জনহেসলউড: আপনার মূল যুক্তিটি যদি হয় ‘আপনি কীভাবে রাস্তায় এরকম কিছু প্রবর্তন করতে পারেন' তবে আমিও আপনাদের - খ্রিস্টানদের - একই জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো #তিবলিসি | @JohnHesslewood: se la vostra argomentazione principale è “come potete promuovere una cosa come questa nelle strade” vi vorrei chiedere la stessa cosa, cristiani #tbilisi A questo link [ka] si possono vedere ulteriori foto. |
13 | ফেসবুকে অনেকেই এই সংঘর্ষের নিন্দা এবং এক্টিভিস্টদের সমর্থনে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। | Molti hanno denunciato lo scontro su Facebook, cambiando anche la loro foto profilo in supporto agli attivisti. |
14 | সমকামীতা এবং বহুগামিতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস | ‘Giornata Internazionale contro l'Omofobia e la Transfobia' |