Sentence alignment for gv-ben-20150520-48730.xml (html) - gv-ita-20150522-95457.xml (html)

#benita
1জাপানের একটি সামাজিক মিডিয়া দিন-রাত ২৪ ঘণ্টা আবহাওয়ার খবর প্রচার করছেIn Giappone, un social network interamente dedicato alle previsioni meteo
2ওকিনায়ার নাহাতে টাইফুন নাউল আঘাত হেনেছে।Il tifone Noul colpisce Naha, Okinawa.
3ইউটিউবের স্ক্রিনশট ওয়েদারনিউজের সৌজন্যে পাওয়া।Immagine tratta da YouTube per concessione di WEATHERNEWS.
4আবহাওয়া বিষয়ক যাবতীয় খবরাখবর জানতে আপনার যদি খুব আগ্রহ থাকে, তাহলে জাপানের একটি সামাজিক নেটওয়ার্কে ঢুঁ মারতে পারেন।Se sei un otaku (cioè un fan ossessionato o un nerd) del meteo, il Giappone ha il social network che fa per te.
5ওয়েদারনিউজ নামের এই সামাজিক নেটওয়ার্ক সোলাইভ২৪স্পেশালস্টিনিউজ নামের একটি চ্যানেলে ২৪ ঘণ্টা আবহাওয়া সংক্রান্ত খবর প্রচার করছে।
6ডিজিটাল ব্রডকাস্টিং টেকনোলজি এবং আইপি-এনাবল ক্যাবল বক্সের মাধ্যমে দর্শকরা রিয়েল টাইমে উপস্থাপকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
7তারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, এমনকি জাপানের যেকোনো প্রান্তের আবহাওয়ার আপডেট (এবং ছবি) শেয়ার করতে পারেন।WEATHERNEWS trasmette (sorprendente!) le notizie meteo 24/7 sul canale SoLive24 specialty news [jp].
8নিচের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ৬,৫০০'র বেশি দর্শক জাপানের বিভিন্ন প্রান্তের স্থানীয় আবহাওয়ার অবস্থা শেয়ার করেছেন। দর্শক কোনো বিষয়ে মন্তব্য করলে অনুষ্ঠান ঘোষণাকারী সাথে সাথেই সেটার উত্তর দিয়ে থাকেন।Grazie alla tecnologia di trasmissione digitale e ai decoder IP attivi, gli spettatori possono interagire con gli ospiti in tempo reale, Possono fare domande, commenti e si possonon condividere gli aggiornamenti meteo (foto del tempo) da ogni parte del Giappone.
9(আমাদের কাছে) আবহাওয়া বিষয়ক আপডেট বা তথ্য কীভাবে পাঠাবেন সেটার নির্দেশনা। ছবি কৃতজ্ঞতা: ওয়েদারনিউজ।Nell'immagine seguente, più di 6,500 spettatori hanno condiviso le condizioni meteorologiche locali provenienti da tutto il Giappone.
10সোলাইভ২৪-এর লাইভ স্ট্রিমিং সেবা টেলিভিশনের মাধ্যমে দেখা যাবে।I presentatori rispondono ai commenti in tempo reale, mentre sono in onda.
11আবার লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকেও দেখা যাবে।Didascalia: Come inviar(ci) le previsioni meteo. Immagine da WEATHERNEWS
12তাছাড়া ওয়েদারনিউজ তাদের ইউটিউব চ্যানেলে প্রতি ঘণ্টার আপডেট আপলোড করে থাকে। শুধু তাই নয়, আবহাওয়া সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে, সেটার ব্যাপক লাইভ কাভারেজের ব্যবস্থা করে।Mentre il servizio online SoLive24 si può vedere in TV o tramite un'applicazione in diretta streaming, WEATHERNEWS carica ogni ora previsioni anche su suo canale YouTube [jp].
13সম্প্রতি তারা টাইফুন নাউলের ব্যাপক কাভারেজ দিয়েছে। এই টাইফুনের কারণে জাপানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়।Il canale offre anche un'ampia trasmissione di eventi metereologici in diretta, compreso il recente tifone Noul (Typhoon 6) [en], che ha causato forti piogge su gran parte della costa orientale del Giappone.
14ওয়েদারনিউজ ওকিনায়ার নাহাতে ক্যামেরা সেট করে অনেকটা সময় নিয়ে সেখানকার অবস্থার লাইভ স্ট্রিমিং প্রচার করে। তাছাড়া পরে সেটার ভিডিও আপলোড করে।WEATHERNEWS ha posizionato una telecamera a Naha, Okinawa, che ha filmato per diverse ore l'avvicinarsi del tifone per poi caricare il video.
15জাপানে ওয়েদারনিউজের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। তবে জাপানের আবহাওয়া বিষয়ক আলোচনা কিংবা ছবি দেখতে চাইলে সোলাইভ২৪ হ্যাশট্যাগ অনুসরণ করতে পারেন।Anche se WEATHERNEWS in Giappone non ha un account su Twitter, è possibile seguire la conversazione e vedere bellissime foto del meteo in Giappone seguendo l'hashtag #SOLiVE24 hashtag [en].