Sentence alignment for gv-ben-20131211-40496.xml (html) - gv-ita-20131211-88690.xml (html)

#benita
1প্রথম বারের মতো পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় আইসল্যান্ডে শোক
2আইসল্যান্ডের রিকজাভিকে পুলিশ সদস্য।Islanda: paese addolorato per la prima vittima della polizia
3ছবিটি ক্রিস্টোফার পোর্টারের ফ্লিকার থেকে নেওয়া।La polizia a Reykjavìk, Islanda. Foto di Christopher Porter su flickr (CC BY-NC-ND 2.0)
4ট্রেসি টঙ্গের এই কলাম এবং রেডিও রিপোর্টটি প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজি তে গত ৩ ডিসেম্বর, ২০১৩ তারিখে সারা বিশ্বের জন্য প্রকাশিত হয়।
5লেখা শেয়ার করা চুক্তির একটি অংশ হিসেবে এটি পুনরায় প্রকাশিত হল। এ সপ্তাহে আইসল্যান্ডে একটি নজিরবিহীন শিরোনাম হচ্ছে - একজন লোককে পুলিশ গুলি করে হত্যা করেছে।Il presente articolo, accompagnato da un report radiofonico di Traci Tong per “The World”, è apparso originariamente su PRI.org il 3 dicembre 2013, ed è qui ripubblicato come da accordo di condivisione dei contenuti.
6দ্যা আইসল্যান্ডিক ব্রডকাস্টিং সার্ভিস, আরইউভি'র খবরের সম্পাদক থরা আরনর্সডটির বলেছেন, “জাতি হতবাক।È un fatto di cronaca senza precedenti quello riportato questa settimana dai giornali islandesi - un uomo è stato ucciso da un colpo di pistola per mano di un poliziotto.
7এ রকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটেনি।”“La nazione era sotto shock.
8তিনি ৫৯ বছর বয়সী বৃদ্ধের কথা উল্লেখ করেছেন, যাকে সোমবারে পুলিশ গুলি করে হত্যা করেছে।Queste sono cose che nel nostro Paese non succedono”, ha affermato Thora Arnorsdottir, caporedattrice della RUV, l'azienda radiotelevisiva pubblica islandese, riferendosi al 59enne ucciso dalla polizia lo scorso lunedì.
9বৃদ্ধের বাড়িতে পুলিশ ঢোকার সাথে সাথে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।L'uomo, che aveva aperto il fuoco sui poliziotti che avevano fatto irruzione nel suo palazzo, aveva alle spalle una storia di malattia mentale.
10লোকটির মানসিক অসুস্থতায় ভোগার পুরনো ইতিহাস আছে।Si tratta della prima volta che qualcuno viene ucciso dalle forze armate da quando, nel 1944, l'Islanda è diventata una repubblica indipendente.
11আইসল্যান্ড ১৯৪৪ সালে একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিনত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই প্রথম কেউ সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হলেন।
12এমনকি সেখানে সাধারণত পুলিশ অস্ত্র বহন করে না।Di norma la polizia non è solita girare armata e i crimini violenti in Islanda sono praticamente inesistenti.
13আইসল্যান্ডে হিংস্র অপরাধের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। আরনর্সডটির বলেন, “এদেশের মানুষ চায় না দেশীয় পুলিশ অস্ত্র বহন করুক।“La nazione non vuole che la polizia circoli armata poiché lo ritiene pericoloso oltre che una minaccia”, afferma Arnorsdottir, “Fa parte della nostra cultura: per noi le pistole sono semplici armi da caccia, non altro.”
14কারণ, এটি খুব বিপদজনক, খুব ভীতি প্রদর্শনকারী।” “এটি এদেশের সংস্কৃতির একটি অংশ।Di fatto l'Islanda non è contro le armi e, in termini di armi pro-capite, occupa il 15° posto nella classifica mondiale.
15খেলাধূলার ক্ষেত্রে শিকার করতে অস্ত্র ব্যবহার করা হয়। কিন্তু আপনি নিশ্চয়ই কখনো অস্ত্র দেখেননি।”Eppure questo tipo di incidenti è talmente raro che i vicini della vittima hanno paragonato la sparatoria alla scena di un film americano.
16তবে আইসল্যান্ড কিন্তু অস্ত্র-বিরোধী নয়। মাথাপিছু অস্ত্র মালিকানার ক্ষেত্রে আইসল্যান্ড সারা বিশ্বে ১৫ তম অবস্থানে রয়েছে।Il dipartimento di polizia islandese ha assicurato che gli ufficiali coinvolti saranno sottoposti a terapia del lutto, e ha già porto le proprie scuse alla famiglia della vittima, nonostante non fosse necessario, dal momento che non avevano fatto nulla di sbagliato.
17এখানে এই ধরনের ঘটনা এতো দূর্লভ যে নিহত লোকটির প্রতিবেশীরা এই গোলাগুলির ঘটনাটিকে আমেরিকার কোন চলচ্চিত্রের দৃশ্যের সাথে তুলনা করেছেন।
18আইসল্যান্ডের পুলিশ বিভাগ বলেছে, এ ঘটনায় জড়িত কর্মকর্তাদেরকে প্রচন্ড দুঃখ পীড়িত ঘটনার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ায় উপদেশ দান প্রক্রিয়ায় পাঠানো হবে।
19মৃত লোকটির পরিবারের কাছে ইতোমধ্যেই পুলিশ বিভাগ ক্ষমা চেয়েছে।“Penso sia una questione di rispetto, poiché a nessuno piace togliere la vita ad un'altra persona”, ha aggiunto Arnorsdottir.
20যদিও প্রাসঙ্গিকভাবে তারা কোন অপরাধ করেনি। আরনর্সডটির বলেছেন, “আমি মনে করি, তাঁরা শ্রদ্ধাশীল।Molte questioni rimangono tuttavia ancora aperte, ad esempio il motivo per cui la polizia non abbia tentato di negoziare con l'uomo prima di irrompere nel suo edificio.
21কারন অন্যকে হত্যা করতে কেউই চায় না।”
22আরো অনেকগুলো প্রশ্নের উত্তর জানা বাকি রয়ে গেছে। তাঁর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন লোকটির বাড়িতে ঢোকার আগে তাঁর সাথে সমঝোতা করার চেষ্টা করল না।“Una degli aspetti positivi di vivere in questo Paese è che si può liberamente entrare nella sede del Parlamento e la sola cosa che viene chiesta è di spegnere il cellulare per non disturbare i parlamentari mentre si stanno confrontando.
23“এই দেশটিতে বাস করার বেশ কিছু বড় কারণের একটি হচ্ছে, আপনি যেকোন সময় সংসদে প্রবেশ করতে পারবেন এবং এ কারনে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখতে বলা হবে।
24যখন সাংসদেরা কথা বলছেন, তখন যেন আপনার কারনে তারা বিরক্ত না হন।Non ci sono guardie del corpo armate a proteggere il nostro Presidente del Consiglio o della Repubblica.
25আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পেছনে কখনো সশস্ত্র দেহরক্ষী থাকে না।
26একটি শান্তিপূর্ণ সমাজে বসবাসের জন্য এটি একটি বড় অংশ।Anche questo è il bello di vivere in una società pacifica.
27আমরা এগুলো পরিবর্তন করতে চাই না।”Non vogliamo cambiare tutto ciò”.