# | ben | ita |
---|
1 | ছবিঃ অনেক দিন আগে মাদাগাস্কারে | Madagascar: archivio fotografico sulla storia del Paese |
2 | আফ্রিকার ইতিহাস সমৃদ্ধ কিন্তু তা খুব বাজে ভাবে নথিবদ্ধ করা হয়। | La storia dell'Africa, pur essendo molto ricca, risulta spesso scarsamente documentata [it]. |
3 | এই শূন্যতা পূরণের জন্য মাদাগাস্কারের সুশীল সমাজ দেশটি ঐতিহাসিক ঘটনার এক ডিজিটাল সংরক্ষণশালার প্রকল্প শুরু করেছে। | Per ovviare a questa carenza, in Madagascar è stato avviato un progetto di archiviazione digitale [en] degli eventi storici interni. |
4 | মাদাগাস্কারের ইতিহাসকে সম্মান প্রদান করা এবং সেটি সংরক্ষণের মত একই চাওয়া থেকে ফেসবুকের দুটি পাতা দেশটির প্রাচীন সব শহর এবং লোকজনের ছবি সংরক্ষণ করছে। মাদাগাস্কার হায়ার (পুরোনো দিনের মাদাগাস্কার) এবং ইল এত উনে ফোয়া মাদাগাস্কার (কোন এক সময় মাদাগাস্কারে) [উভয় লিঙ্ক ফরাসী ভাষার] | Con lo stesso desiderio di onorare e conservare la storia del Paese, sono nate due pagine Facebook per archiviare foto d'epoca di città e popolazioni locali: Madagascar Hier [fr] (“Il Madagascar di ieri”) e Il était une fois Madagascar [fr] (“C'era una volta il Madagascar”). |
5 | এখানে ওই সমস্ত পাতায় পোস্ট করা কয়েকটি ছবি প্রদর্শন করা হয়েছে যে সব ছবি কেবল অনেক আগের সময়কে তুলে ধরেনি সাথে এক সরল সময়ের স্মৃতিচারণার বিষয়কে আরো তীব্র করেছে, যে সময় দরিদ্র এবং প্রতিদিনের জীবনের অভাব অনেক কম ছিল। | Di seguito, alcune delle foto pubblicate in queste pagine. Le immagini, oltre a raffigurare un passato meno distante di quanto possa sembrare, fanno emergere anche un senso di nostalgia per un periodo più semplice, quando la povertà e le difficoltà della vita quotidiana sembravano meno evidenti. |
6 | এই বিষয়ে আরো ছবি দেখতে চাইলে উক্ত দুই ফেসবুক পাতার সংরক্ষণশালায় প্রবেশ করুন। | Per ulteriori foto, visitare l'archivio delle pagine Facebook. |
7 | রাজধানী আনতানানারিভোর সংরক্ষিত ছবি | Immagini della capitale del Madagascar, Antananarivo. |
8 | আন্দাহালোর বাগান | Giardino di Andohalo |
9 | মাদাগাস্কার হায়ার এর মাধ্যমে পাওয়া আন্দোহালোর বাগান [ফরাসী ভাষায়] | Giardino di Andohalo [fr] ad Antananarivo (dalla pagina Facebook Madagascar Hier) |
10 | আনতানানারিভোয় অবস্থিত আনকাতসো বিশ্ববিদ্যালয় | L'università di Ankatso ad Antananarivo |
11 | জোমা সড়কের বাজার | Il mercato rionale di Zoma |
12 | ইল এতে উনে ফোয়া মাদাগাস্কার-এর মাধ্যমে পাওয়া জোমা সড়কের বাজার | Il mercato rionale Zoma (dalla pagina Facebook Il était une fois Madagascar) |
13 | পূর্ব উপকূলের শহর তোয়ামাসিনার সংরক্ষিত কিছু ছবি | Immagini di Toamasina, città situata sulla costa orientale |
14 | তোয়ামাসিনা, রু দে কমার্স | Toamasina, Rue du commerce |
15 | এক বেতসিমিসারাকা তরুণী | Giovane donna di etnia betsimisaraka |
16 | এক বেতসিমিসারাকা তরুণী | Giovane donna di etnia betsimisaraka |
17 | পশ্চিম উপকূলের শহর মাহাজাঙ্গার কিছু সংরক্ষিত ছবি | Immagini di Mahajanga, città situata sulla costa occidentale |
18 | মাহাজাঙ্গা সমুদ্র উপকূল- বুলভার্ড পইনকেয়ার | La costa di Mahajanga - Boulevard Poincaré |
19 | দক্ষিণ মাদাগাস্কারের ফিয়ানারানাতাসোয়া শহরের সংরক্ষিত শহর। | Immagini di Fianarantsoa, città del Madagascar meridionale |
20 | ফিয়ানারানাতাসোয়ার সিটি হল | Municipio di Fianarantsoa |
21 | দক্ষিণ মাদাগাস্কার আন্তাদ্রোই-এর নাচিয়েরা | Danzatori di etnia antandroy, Madagascar meridionale |
22 | দক্ষিণ মাদাগাস্কার আন্তাদ্রোই-এর নাচিয়েরা | Danzatori di etnia antandroy, Madagascar meridionale |
23 | উত্তর মাদাগাস্কারের আন্তাশ্রিয়ানানার সংরক্ষিত ছবি | Immagini di Antsiranana, città situata nel Madagascar settentrionale |
24 | কেপ দিয়েগো | Cap Diego |
25 | আন্তিশ্রিয়ানানা-কেপ ডিয়েগো | Antsiranana, Cap Diego |
26 | মাদাগাস্কারে ১৮৯৫ সালে অনুষ্ঠিত উপনিবেশিক লড়াই-এর ছবি | Rappresentazione della guerra coloniale del 1895 in Madagascar |
27 | পেতি জুর্নাল-এর অলঙ্করণে মাদাগাস্কারের উপনিবেশিক যুদ্ধ | Illustrazione sul Petit Journal della guerra coloniale in Madagascar |
28 | এই দুই উদ্যোগ এবং সাথে অন্য প্রকল্প মাদাগাস্কারের ইতিহাস সংরক্ষণের নেমে পড়েছে, এখানে একটি উল্লেখ করা অবশ্যক যে পাঠকেরা এই সমস্ত পাতার জন্য ছবি সহ অন্য এলাকার তথ্য যোগানে সহায়তা করছে। | Questi due progetti, come tutti gli altri impegnati a preservare la storia del Madagascar, sono senza dubbio degni di nota. Inoltre, i lettori hanno contribuito su queste pagine pubblicando anche foto di altre regioni. |