# | ben | ita |
---|
1 | লাতিন আমেরিকার দেয়ালচিত্র এবং নাগরিক শিল্প: অনলাইনে এবং পথের ধারে | America Latina: Graffiti e Urban Art dalle strade alla Rete |
2 | ২০১০ সালের জানুয়ারিতে গ্লোবাল ভয়েসের প্রদায়ক ইসা ভিলারিয়েল লাতিন আমেরিকার নাগরিক শিল্প এবং দেয়ালচিত্র (আরবান আর্ট অ্যান্ড গ্রাফিটি) নিয়ে তিন পর্বের একটি সিরিজ প্রতিবেদন (১, ২, এবং ৩) লেখেন। | |
3 | লেখাটির শিরোনাম ছিল “দেয়ালচিত্র ও নাগরিক শিল্প: লাতিন আমেরিকার পথধ্বনি (গ্রাফিটি অ্যান্ড আরবান আর্ট: ভয়েস ফ্রম লাতিন আমেরিকান স্ট্রিটস)। | Nel gennaio 2010 qui su Global Voices Issa Villarreal [en] raccontava in tre articoli lo sviluppo dei murales e dell'arte di strada in America Latina (I, II e III [en]). |
4 | এরপর থেকে ব্লগাররা এই বিকল্প শিল্প নিয়ে নানা প্রতিবেদন লিখছেন। এ অঞ্চলে এই শিল্পের জোরালো উপস্থিতি রয়েছে। | Da allora molti netizien hanno continuato a diffondere questa forma d'arte alternativa che vanta una forte presenza nella regione. |
5 | এ বছরের শুরুর দিকে বলিভিয়ার ব্লগার প্যাট্রিসিয়া ভারগাস (টুইটারে @এআরকুইটেকা [স্প্যানিশ]) চিলি সফরে যান এবং সেখানকার নাগরিক শিল্প আন্দোলন স্বচক্ষে দেখেন। | |
6 | তিনি কিছু ছবি শেয়ার করেন, তার কিছু অভিব্যক্তি দেখা যায় বিতাকরা সালিনাসানচেজ [স্প্যানিশ] ব্লগের অতিথি পোস্টে: | La blogger boliviana Patricia Vargas ha visitato il Cile all'inizio di quest'anno potendo così offrire la propria testimonianza sul vivace movimento di arte di strada del Paese. |
7 | চিলিতে সমসাময়িক নাগরিক শিল্প চমৎকার একটা “সকলের জন্য শিল্প” গ্যালারি খুঁজে পেয়েছে। | |
8 | বিভিন্ন শহরে, উন্মুক্ত স্থানে চমত্কার চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। সমসাময়িক চিত্রকর্মের সংগ্রাহক হারভি স্যানডেজের মতে, চিলিতে দেয়ালচিত্রে ফুটে উঠে প্রবল প্রতিবাদ আন্দোলন ছবি, যেখানে বাড়িঘরের দেয়ালে তাদের দাবি-দাওয়া দেখা যায়। | Patricia ha poi condiviso le immagini delle opere e le sue riflessioni in un articolo scritto per il blog Bitàcora Salinasanchez [es]: In Cile la Urban Art contemporanea ha permesso la realizzazione di una grande galleria di “arte per tutti”, grazie alla presenza di magnifiche opere in varie città e spazi pubblici. |
9 | বেলাভিসতা নেইবারহুডের মতো প্যাট্রিসিয়া সান্তিয়াগোর কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক শিল্পের কেন্দ্রস্থলকে তুলে ধরেছেন: | Secondo Hervé Chadnés, Sovrintendente di arte contemporanea, i graffiti hanno molta risonanza in Cile perché i forti movimenti di protesta possono vedere sui muri la rappresentazione delle loro denunce. |
10 | ভেলাভিসতা, সান্তিয়াগো, চিলি। | Patricia mette in evidenza alcuni murales di Santiago, come il Bellavista Neighborhood[en]: |
11 | ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। | Bellavista, Santiago, Chile. Foto di Patricia Vargas |
12 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Bellavista, Santiago, Cile. |
13 | তিনি চিলি উপকুলের ভালপারাইসোর কিছু নাগরিক শিল্পের ছবিও তুলে ধরেছেন: | Foto di Patricia Vargas La blogger condivide anche immagini di opere di Valparaìso, sulla costa cilena: |
14 | চমত্কার স্থাপত্য্ আর বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ বন্দর নগরী ভালপারাইসো। বৈশ্বিক পথশিল্পের বিকাশে নগরের ঐতিহ্য আর অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। | Valparìso, una città portuale con un'architettura unica nel suo genere, una topografia ricca di sorprese dove il patrimonio e l'abbandono si fondono dando vita a una pietra miliare nell'arte di strada globale, divenendo una galleria d'arte internazionale, la Meccadei graffiti, dove artisti locali e stranieri si sono impadroniti degli angoli e delle fessure più improbabili. |
15 | একে আন্তর্জাতিক গ্যালারি করে তুলেছে। | |
16 | দেয়ালচিত্রকর্মের মক্কা বলে পরিগণিত হচ্ছে। অপ্রত্যাশিত কোনাকাঞ্চি দেশী-বিদেশী শিল্পীদের কাছে সমাদৃত হচ্ছে। | Valparaìso è un gioco di sensazioni visive che consente di creare un nuovo immaginario estetico passando dagli slogan politici al punk e all'umorismo. |
17 | ভালপারাইসো হচ্ছে দৃষ্টির অনুভবের সেই খেলা, যেখানে আপনি নন্দনতত্ত্বের নানা চিত্র তা হতে পারে রাজনৈতিক স্লোগান, কিম্ভুতকার ছবি, এমনকি হাস্যরসও অংকন করতে পারবেন। | |
18 | ভালপারাইসো, চিলি। | Valparaíso, Cile. |
19 | ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। | |
20 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto di Patricia Vargas |
21 | গ্লোবাল ভয়েস অনলাইনের স্প্যানিশ ভাষার সম্পাদক জোয়ান আরেল্লানো সম্প্রতি আমাজন রেইনফরেস্ট অঞ্চলের পেরুর আইকুইতোসের দেয়ালচিত্র নিয়ে একটি ব্লগ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন। | |
22 | সেখানে জোয়ান ব্যাখ্যা করেছেন, পেরু সাধারণভাবে দেয়ালচিত্র বান্ধব নয়। কর্তৃপক্ষ কিংবা দেয়ালের মালিক দ্রুতই সেগুলো মুছে ফেলেন। | Juan Arellano [en] (editor di GV in spagnolo) ha parlato [es] dei graffiti di Iquitos, Peru [en], nella foresta amazzonica, spiegando che in Perù generalmente le autorità, o i proprietari dei muri, si sbarazzano velocemente delle opere. |
23 | তিনি সেখানে শেষবারের ভ্রমণে আইকুইতোস শহরে বেশ কিছু অক্ষত দেয়ালচিত্র দেখে বিস্মিত হন। | Perciò è rimasto sorpreso nel vedere alcuni lavori ancora intatti nel centro di Iquitos durante la sua ultima visita. |
24 | পেরুর আকুইতোসের নাগরিক শিল্প। | Urban art a Iquitos, Perù. |
25 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো | Foto di Juan Arellano |
26 | আইকুইতোস, পেরু। | Iquitos, Perù. |
27 | শিল্পী সোসে। | Opere di Sose. |
28 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো | Foto di Juan Arellano |
29 | একই ব্লগে জুয়ান সোসে নামের একজন তরুণ নাগরিক শিল্পীর গল্প বলেন। | |
30 | তার গল্পের মধ্যে দিয়েই জানা যায়, এ অঞ্চলে নাগরিক শিল্পীরা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন: | |
31 | সম্প্রতি সোসে একটি বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। আইকুইতোসের একটি রাস্তায় মুরাল আঁকানোর সময় মিউনিসিটিপ্যাল পুলিশ তাকে আটক করে মারধর করে। | Nello stesso articolo, Juan racconta la storia di Sose [en], un giovane artista di strada, che riflette il volto delle lotte di molti artisti di strada della regione: |
32 | তারপর তাকে দেয়াল রং করার স্প্রে-সহ তাকে থানায় ধরে নিয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে, সংস্কৃতি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সোসের ওপর বল প্রয়োগের ঘটনা নিয়ে তিনি অবগত আছেন বলে জানান। | Sose è stato protagonista di recente di un evento imbarazzante: mentre dipingeva su una parete di Iquitos, è stato picchiato e arrestato [es] come un criminale da agenti della polizia municipale, i quali lo hanno condotto alla stazione di polizia, sbarazzandosi degli sprays e degli ‘schizzi' che aveva fatto l'artista. |
33 | একই সঙ্গে নগর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, এই নাগরিক শিল্পীরা নগরের সৌন্দর্যবর্ধনেরই কাজ করছে। জোয়ান নিচের ছবির মাধ্যমে দেয়ালচিত্র কিভাবে প্রতিবাদে ব্যবহৃত হচ্ছে, তা তুলে ধরেন: | A seguito di ciò, il Direttore Culturale Regionale ha espresso [es] la sua preoccupazione per l'utilizzo eccessivo della forza contro Sose sollecitando la comprensione delle autorità municipali, in quanto questi artisti contribuiscono alla bellezza della città. |
34 | আইকুইতোসের পানির জন্য জেগে ওঠা। | Iquitos, Perù |
35 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো ফেসবুকে আপনি লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার মতো আরো কিছু পাতা পাবেন, যেখানে লাতিন আমেরিকার নাগরিক শিল্পকে তুলে ধরা হয়েছে। | Su Facebook non mancano le pagine dedicate all'arte di strada dell'America Latina, come La Argentina Graffitera [es], dove si pubblicano immagini e informazioni, incoraggiando gli iscritti a condividere le opere di Urban Art Argentina. |
36 | লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ছবি ও তথ্য শেয়ার করে আর্জেন্টিনার নাগরিক শিল্পকে উত্সাহিত করছে। | |
37 | গ্লোবাল ভয়েস অনলাইনের প্রদায়ক পাবলো আন্দ্রেজ রিভেরোর মুরো রিবেলদে [স্প্যানিশ ভাষা] (বিদ্রোহী দেয়াল) নামের একটি ব্লগ আছে। | Il blog Muro Rebelde [es] (“Parete Ribelle”), curato dal collaboratore di Global Voices Pablo Andrés Rivero, è aggiornato frequentemente aggiornato con video e immagini di arte di strada. |
38 | সেখানে নাগরিক শিল্পের ভিডিও এবং ছবি নিয়মিতভাবেই আপলোড করা হয়। | |
39 | পাবলো নিচের ভিডিওটি পোস্টটিতে [স্প্যানিশ ভাষায়] আর্জেন্টিনার শিল্পী ব্রেন্দা এবং মারিয়া ইউজেনিয়ার কাজ তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক ভারসাম্য খোঁজা হয়েছে। | |
40 | এবং ফাঁকা জায়গায় প্রচুর রঙ দেখানো হয়েছে। অন্য একটি পোস্টে পাবলো ইকুয়েডোরের শিল্পী কার্লা সানচেজ যিনি বুডোকা নামেই বেশি পরিচিত তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন: | Pablo ha pubblicato [es] il seguente video del lavoro delle artiste argentine Brenda e Maria Eugenia, che “cercano di lasciare un'impronta ecologica e parecchio colore negli spazi abbandonati.” |
41 | আপনি বুডোকার কাজ দেখতে পারবেন তার ওয়েবসাইটে, ফ্লিকারে, ফেসবুকে। | In un altro video [es], Pablo mostra il lavoro dell'artista ecuadoregna Carla Sanchez, meglio conosciuta come Budoka: |
42 | সবশেষে মুরো রিবেলদে প্যারাগুয়ের শিল্পী ওজি মনতানিয়ার ছবি প্রদর্শন করেছেন। | Il lavoro di Budoka può essere seguito sul suo blog, Flickr o Facebook. |
43 | ওজি মনতানিয়া অন্য একজন শিল্পীর সাথে মিলে লেখক অগাস্টো রোয়া বাসতোসের একটি মুরাল এঁকেছেন: লেখক অগাস্টো রোয়া বাসতোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরাল। | Infine, Muro Rebelde mostra [es] l'opera dell'artista paraguaiano Oz Montanía, il quale ha coinvolto altri artisti nella creazione di un murale in onore di Augusto Roa Bastos: |
44 | ছবি নেয়া হয়েছে http://www.dementesx.com/ ওয়েবসাইট থেকে। | Murale in tributo a Augusto Roa Bastos. |
45 | সিসি বিওয়াই-এনসি-এসএ ৩. ০ | Foto da www.dementesx.com |