Sentence alignment for gv-ben-20090823-5334.xml (html) - gv-ita-20090824-7121.xml (html)

#benita
1ডোমিনিকান রিপাবলিক: বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধানRepubblica Dominicana: si potrà sanare la piaga delle interruzioni di corrente?
2ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রতি বছর ১৬ই আগষ্ট তারিখকে দেশটির সরকারের জন্য এক প্রথাগত দিন হিসেবে ধরা হয়, যে দিনটিতে তারা ক্ষমতায় থাকার আরেকটি বছর পূর্ণ করে।Secondo una consuetudine della Repubblica Dominicana, il 16 agosto, giorno in cui il governo ha completato un altro anno di mandato, il Presidente Leonel Fernández ha operato un rimpasto.
3এবার রাষ্ট্রপতি লিওনেল ফার্নানদেজ তার মন্ত্রীসভায় পরিবর্তন এনেছেন।La maggior parte dei cambiamenti non è stata di grande importanza, tranne uno che ha causato diverse reazioni.
4এ বছরের এই পরিবর্তনের সব গুলোই প্রধান নয়, কিন্তু মন্ত্রীসভার একটি ব্যতিক্রমী পরিবর্তন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
5ডোমিনিকান কর্পোরেট অফ স্টেট ইলেকট্রিক কোম্পানির [স্প্যানিশ ভাষায়] (প্রথম অক্ষর নিয়ে স্প্যানিশ ভাষায় তার নাম হয় সিডিইইই) প্রধান ইঞ্জিনিয়ার রাডামেস সেগুরাকে সরিয়ে প্রাইভেট সেক্টরের অন্যতম সুপরিচিত ব্যবসায়ী সেলসো মাররানজিনিকে আনা হয়।Il vice-presidente esecutivo della Dominican Corporation of State Electric Companies [sp] (CDEEE le iniziali in spagnolo), l'ingegnere Radhamés Segura è stato sostituito da una figura ben nota del settore privato, l'imprenditore Celso Marranzini.
6ব্লগ ডুয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়] জোয়ান গুয়েররেরো মন্ত্রীসভার এই নতুন সদস্য সম্বন্ধে লিখেছেন।Nel blog Duarte 101, Joan Guerrero scrive a riguardo del nuovo membro [sp]:
7সেলসো উপস্থিত হয়েছেন।Celso è arrivato.
8এক অনাহূত অতিথির মতো, তিনি তার নূতন পদে বসার মধ্যে দিয়ে সকল প্রচার মাধ্যমে এক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন।Come un ospite inatteso, ha provocato le reazioni di tutti i media sul suo nuovo incarico voluto dal Presidente Fernández.
9তাকে নূতন পদে অভিষিক্ত করেছেন রাষ্ট্রপতি ফার্নান্দেজ।
10ডোমিনিকান প্রজাতন্ত্রে বিদ্যুৎ সমস্যা প্রতিদিনের এক বাস্তবতা এবং প্রায়শ:ই বলা হয়ে থাকে দেশটির উন্নয়নের পথে এই সমস্যা অন্যতম প্রধান বাধা।Le interruzioni di corrente sono una realtà quotidiana nella Repubblica Dominicana [in], viste spesso come uno dei principali ostacoli ai progetti di sviluppo.
11এর সাথে যোগ করা যেতে পারে সরকার এই খাতে বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে থাকে।Il governo elargisce inoltre grandi sussidi nel settore energetico.
12বিদ্যুৎ না থাকার এই সমস্যা চলে আসছে প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে এবং এই সমস্যা সমাধানে প্রায় সকল ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।Questi blackout avvengono da oltre 40 anni, ed è stato tentato qualsiasi rimedio per risolvere il problema.
13এর কোনটাই সফলতা বয়ে আনতে পারে নি।Ad oggi, nessuno di questi tentativi ha avuto successo.
14অনেকেই বিস্মিত যে মাররানজিনির মনোনয়ন এর মধ্য দিয়ে এই খাতে উন্নয়ন ঘটবে কিনা।Sono ora in molti a chiedersi se la nomina di Marranzini potrà cambiare le cose in meglio.
15Photo by Señor Adventure and used under a Creative Commons license.Foto di Señor Adventure, usata con licenza Creative Commons.
16অনেক ডোমিনিকান বিশ্বাস করে যে এ ক্ষেত্রে সামান্য সন্দেহ ছিল যে সেগুরার মন্ত্রীসভা থেকে বের হয়ে যাবার সময় হয়ে এসেছিল, ফার্নান্দেজ যখন তার মন্ত্রীসভায় পরিবর্তনের কথা ঘোষণা করেন এইসব তথ্যের ভিত্তিতে যে, দেশে বিদ্যুৎ-এর প্রতি কিলোওয়াটের দাম এই অঞ্চলের মধ্যে অন্যতম বেশি এবং এই খাতে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ ছিল, এর ফলে সেগুরার দিন গোনা শুরু হয়।Erano in molti a non avere dubbi sull'estromissione di Segura non appena Fernández avesse annunciato dei cambi nel governo. Considerando le tariffe per kilowatt di energia elettrica tra le più alte nella regione [in] e le accuse di corruzione e nepotismo, Segura aveva i giorni contati.
17যখন পরিবর্তন ঘটানো হয় সামান্য লোকই আশা করছিল যে সেগুরার বদলে তার অন্যতম সমালোচক একই পদে অধিষ্ঠিত হবে। মাররানজিনি যিনি কয়েক সপ্তাহ ধরে প্রাইভেট সেক্টরের হয়ে অভিযোগ করে যাচ্ছিলেন যে, সেগুরার দুর্বল প্রশাসন ও অযোগ্যতার কারনে তারা বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে।Al momento della sostituzione, pochi si aspettavano che Segura sarebbe stato rimpiazzato da uno dei suoi maggiori critici, Marranzini, che nelle scorse settimane aveva rilasciato una serie di dichiarazioni in nome del settore privato che rimproveravano la cattiva amministrazione e l'incapacità dei collaboratori di Segura nel risolvere il problema dei blackout una volta per tutte.
18অনেকের মতে রাষ্ট্রপতির এই চালের দুটি উদ্দেশ্য রয়েছে, ১) সরকারের সুনাম বৃদ্ধি করা যা সেগুরার প্রতি অভিযোগ করার মাধ্যমে সরকারের মারাত্মক সুনামের ক্ষতি হয়েছিল, ২) ব্যক্তিগত খাত বা প্রাইভেট সেক্টর থেকে সরকারের প্রতি যে সমালোচনা আসছিল বিশেষ করে এনার্জি বা বিদ্যুৎ খাতে যে সমালোচনা, সেগুলো বন্ধ করা।Per alcuni, questa mossa del Presidente ha un duplice scopo: 1) aumentare la credibilità del governo, seriamente minata dalle accuse a Segura e 2) mettere a tacere le critiche da parte del settore privato al governo, specialmente in ambito energetico. Luis José di Ahí e' que Prende analizza la nomina [sp]:
19আহি একে কে প্রেন্ডে [স্প্যানিশ ভাষায়] লুইস জোসে এই নামের দিকে দৃষ্টিপাত করেছেন।Cosa significa mettere Celso Marranzini a capo della CDEEE?
20একজন নামকরা ব্যবসায়ীকে এখানে বসানো হয়েছে, প্রাইভেট সেক্টরের সিংহভাগের যার উপর আস্থা রয়েছে। এতে প্রাইভেট সেক্টর শান্ত হয়ে আসবে এবং তারা তাদের মুখ বন্ধ রাখবে।È stata una mossa in malafede, con cui (il governo) si lava le mani e consegna la patata bollente dell'energia a chi lo criticava più aspramente: il settore privato.
21এখন যখন তারা বিদ্যুৎ না থাকা নিয়ে সমালোচনা করতে যাবে তারা আসলে সরকারি কর্মকর্তাদের সমালোচনা করবে না, সমালোচনা করবে ডন সেলসো মাররানজিনির, এমন এক ব্যক্তি যার এক ঈর্ষা জাগানিয়া সাফল্য রয়েছে এবং যে অনেকের কাছে শ্রদ্ধার পাত্র। এখন সেলসো মাররানজিনিকে সবেচেয় কঠিন কাজটি করতে হবে।Dare l'incarico a un imprenditore famoso, che gode della fiducia della maggioranza dei settori, obbliga il settore privato a calmarsi e tapparsi la bocca, perché ora, quando criticheranno i blackout, non criticheranno un funzionario qualunque, bensì don Celso Marranzini, persona con una carriera invidiabile che gli vale il rispetto di molti.
22তিনি এক সময় সেগুরার সবচেয়ে কঠিন সমালোচক ও সরকারের প্রতি কঠোর ছিলেন। এখন তার এক উত্তম প্রশাসন দরকার যারা তাকে বিপদগ্রস্ত করবে না।Il problema ora è nelle mani di Celso Marranzini, che, dopo aver tanto criticato Segura e aver attaccato così duramente il Governo, dovrà fare bene, se non vuole essere crocifisso.
23সাধারণ জনতার মধ্যে মাররাজিনির সুনাম অনেকটা মিশ্র। জনতার কেউ আশা করছেন যে তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন।La reputazione di Marranzini nell'opinione pubblica non è unanime, ma c'è chi spera possa risolvere la questione energetica.
24তবে অন্যরা সংশয়ে রয়েছে এবং যে ভাবে তিনি এই পদ গ্রহণ করেছেন তার সমালোচনা করেছে।Altri sono scettici e criticano il modo in cui ha ottenuto l'incarico.
25ডুয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়] এর রাফায়েল পেরেজ “সেলসো পদ্ধতির” সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, কি ভাবে একটি সরকারি পদ দখল করতে হয়: একজন সরকারি কর্মকর্তার তীব্র সমালোচনা করুন-তবে তা করুন যুক্তির সাথে- যতক্ষণ না রাষ্ট্রপতি এতে ক্লান্ত হয়ে পড়ে, সে সমালোচিত অফিসারকে অপসারণ করবে এবং সমালোচনাকারীকে তার স্থানে বাসবে।Rafael Pérez di Duarte 101, presenta il “Metodo Celso” su come ottenere un incarico governativo [sp]: criticare intensamente un funzionario pubblico - preferibilmente a ragione - fino a che il Presidente non si scoccia, rimuove il funzionario criticato per piazzare al suo posto chi lo criticava. Marino, un lettore di Ahí e' que Prende si spinge oltre [sp]:
26আহি কে প্রেন্ডের [স্প্যানিশ ভাষায়] এক পাঠক মারিনো আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন:Ora, solo una domanda, probabilmente sappiamo già chi è l'Ing.
27এখন আমার মাত্র একটি প্রশ্ন রয়েছে, আমরা ধরে নেই যে আমরা জানি ইঞ্জিনিয়ার রাডহামেস সেগুরা কে ছিলেন, এখন তস্কর সেলসো মাররাজিনিকে কে চেনে, যে তার অবৈধ বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি বিক্রি করছে ২০০% গুন বেশি দামে, যা সে এনেছিল-এখন সে এই প্রতিষ্ঠানের প্রধান, সে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান উভয়ে দেউলিয়া হয়েছে…. এই বাঘ (মাররাজিনি) এখন কোন সমস্যার সমাধান করবে।Radhames Segura, ora… chi conosce quel LADRO di Celso Marranzini, che vendeva energia elettrica tramite la sua azienda di distribuzione ILLEGALE, a un prezzo rincarato del 200% su quello d'acquisto… e ora è il titolare dell'istituzione che lui e il suo gruppo hanno fatto FALLIRE… cosa cavolo potrà risolvere questa tigre (Marranzini).
28সিডিইইই থেকে অপসারণ করার পর রাষ্ট্রপতি ফার্নানদেজ, সরকারের জ্বালানি উপদেষ্টা হিসেবে সেগুরার নাম ঘোষণা করেন।Dopo averlo rimosso dalla CDEEE, il Presidente Fernández ha nominato Segura consigliere del governo in campo energetico.
29তবে তিনি এই পদ গ্রহণে অস্বীকৃতি জানান এবং জনসম্মুখে ঘোষনা করেন যে তিনি জনতার সামনে তার সুনাম রক্ষায় নিজেকে উৎসর্গ করবেন।Tuttavia Segura ha rifiutato l'incarico e ha annunciato pubblicamente che si dedicherà a ripulire la propria immagine pubblica.