# | ben | ita |
---|
1 | ইকুয়েডোর: আমাজন উপজাতি বনাম বড় তেল কোম্পানী | Ecuador: le tribù amazzoniche contro il gigante petrolifero |
2 | আমাজনে সকাল… .. ছবি তুলেছেন মার্কজি৬ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | Mattino in Amazzonia… di markg6 utilizzata in base alla licenza Creative Commons attribution. |
3 | আমাজনের আকর্ষনীয় প্রাকৃতিক সম্পদের প্রতি নতুন করে আকর্ষণের কারনে সাম্প্রতিককালে জনপ্রিয় হয়েছে একটি ভিডিও যাতে ব্রাজিলিয়ান আমাজনের কিছূ মনূষ্য সংস্পর্শবিহীন উপজাতি একটি ফটোগ্রাফারের প্লেনের দিকে তীর ছুঁড়ছে। এটি গত ২৩ মে তে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। | Il rinnovato interesse per la ricchezza dell'Amazzonia è solo una delle reazioni ad alcune immagini di recente distribuzione che, scattate da un fotografo nell'Amazzonia brasiliana, immortalano i membri di una tribù, mai entrata in contatto col mondo civilizzato, intenti a scoccare frecce contro il velivolo su cui si trova il fotografo - immagini che il 23 maggio scorso hanno fatto il giro della Rete. |
4 | তবে কিছু সংস্থার কাছে অবশ্য আমাজন কখনো দূরের কিছু ছিল না, আর আজকে আমরা আমাজান ওয়াচ এর কিছু ভিডিও দেখবো, যার মধ্যে কয়েকটি ‘উইটনেস দ্যা হাব এর সম্পাদিত সেকশনে' প্রকাশিত হয়েছিল। | |
5 | প্রথমে দেখব একটা ভিডিও যা বর্ণনা করেছে শেভ্রন-টেক্সাকোর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিগত বছরগুলোতে ইকুয়েডোরের আমাজনিয়ান বেসিনে কি ক্ষতি হয়েছে। | Tuttavia alcune organizzazioni ribadiscono di non aver mai dimenticato l'Amazzonia, e Amazon Watch mette a disposizione importanti filmati - alcuni dei quali rilanciati anche nella sezione The Hub, la nuova comunità video sui diritti umani all'interno di Witness. |
6 | পরের ভিডিওতে আদিবাসীরা তাদের স্বাস্থ্য সমস্যা আর ক্যান্সারের কথা বলেছে, আর শেভ্রোন-টেক্সাকোর বিরুদ্ধে তাদের মামলা তুলে ধরেছে যেখানে তারা দাবি করেছে তারা যেন তাদের কাজ হয়ে যাবার পরে সব কিছু পরিষ্কার করে। | Nel primo video, si spiega l'entità dei danni attribuiti alla Chevron-Texaco per la gestione ambientale dei rifiuti tossici che da anni contaminano il bacino amazzonico ecuadoriano. Nel filmato di cui sotto i membri di alcune etnie indigene raccontano dei propri problemi di salute, del cancro e della causa intentata contro la Chevron-Texaco per richiedere loro d'impegnarsi nella bonifica dell'area contaminata. |
7 | এর পর হাব এর কিউরেটর ক্রিস মাইকেল পরের দুটো ভিডিও বেছে নিয়েছেন। | Poi, sempre da The Hub, il curatore Chris Michael ha scelto i due filmati che seguono. |
8 | প্রথমটি একটা এনিমেশন যা কর্পোরেটের প্রোপাগান্ডা ভিডিওর প্রতিবাদ করেছে আর বিষাক্ত তৈলবীজ ইকুয়েডরে যে ক্ষতি করছে তার আর এক দিক দেখিয়েছে। | |
9 | এটি দর্শকদের আহ্বান করেছে বিচারটি দেখার জন্য, ইকুয়েডোরে শেভ্রোন-টেক্সাকো সম্পর্কে বলছে আর উত্তর দিচ্ছে তাদের মন্তব্যের যে তারা আইনের মধ্যে আছে আর ক্ষতির কারন তারা না। | Il primo è un'animazione che, parodiando i video di propaganda della multinazionale, si pone come punto di vista alternativo sul disastro causato dalla presenza di rifiuti oleosi tossici in Ecuador, inducendo gli spettatori a indagare sui motivi del contenzioso e a conoscere meglio le attività della Chevron-Texaco nel Paese. |
10 | শেভনটক্সিকো. কমে আরও দেখা যাবে সাধারণভাবে আমাজন বেসিনে তেল উত্তোলনের ফলে কি ক্ষতি হচ্ছে। | Allo stesso tempo, nel filmato si replica alle presunte accuse mosse dagli spettatori stessi, adducendo la piena legittimità con cui la multinazionale ha agito, non ritenendosi in alcun modo responsabile del disastro. |
11 | পরের ভিডিওতে দেখা যাবে যে উপজাতি নেতারা কি করে চেষ্টা করছে এই ক্ষতি যাতে আবার না হয় তা প্রতিরোধ করতে। | Il video termina poi con l'invito ad informarsi meglio, più in generale, sulla nocività dello sfruttamento petrolifero nel bacino amazzonico visitando il sito Chevrontoxico.com |
12 | আর ইকুয়েডর সরকারের জেদের কারনে যেখানে আদিবাসী গোত্ররা ছিল সেসব এলাকা তেল উত্তলনের জন্য লিজ দেয়া হচ্ছে, এই সব গোত্রে সম্মতি না নিয়েই শুধু না, তাদের খোলাখুলি প্রতিরোধ সত্তেও। | Il video successivo mostra come i capi-tribù siano tuttora in lotta per scongiurare eventuali repliche del disastro ambientale e come il governo ecuadoriano si ostini ancora a cedere, per lo sfruttamento petrolifero, tratti di terra che ospitano le riserve indigene. |
13 | পরিশেষে একটা স্বাধীন প্রামান্য চিত্র সুবিচার চাই: বড় তেল ক্ষেত্রের বিপক্ষে একজনের লড়াই যা বিনা মূল্যে ডাউনলোড করা যায় এখান থেকে। | Tutto ciò non solo senza il consenso della tribù indigena, ma addirittura ignorando l'aperto dissenso espresso da quest'ultima. È poi la volta di un documentario indipendente scaricabile gratuitamente e intitolato Justicia Now: One People's Fight Against Big Oil. |
14 | নীচে এই ভিডিওর একটা ছোট অংশ, যেখানে বলা হয়েছে যে সব থেকে বড় তেলের ডিপো রয়েছে আমাজনের সব থেকে বড় বৈচিত্রপূর্ণ এলাকায়, ইকুয়েডোরের ইয়াসুনি রিজার্ভ। | A seguire, una breve clip del filmato, in cui si scopre che la principale riserva di petrolio in ordine di grandezza si trova all'interno della regione amazzonica con il maggior grado di biodiversità: la riserva di Yasuni in Ecuador: |