# | ben | ita |
---|
1 | তেহরানে দেয়ালচিত্র | Iran: graffiti a Tehran |
2 | ইরান জনসম্মুখে মতামত প্রকাশের জন্য পরিচিত নয়। | Non capita spesso di sentir parlare di libertà di espressione o di manifestazioni pubbliche in Iran. |
3 | কিন্তু নাগরিক শিল্প এখানে এখনো বিদ্যমান। | L'arte urbana invece è ben presente [en, come i link successivi] nel Paese. |
4 | ইউরোপের মত ব্যাপক না হলেও তেহরানে এখনো কিছু শহরের দেয়ালে, ভূগর্ভস্থে প্রাচীরচিত্র, কারুকাজ ও অন্যান্য ‘অনুমোদিত' শিল্প দৃশ্যমানঃ গ্রাফিটি, দেয়াললিখন এবং পথচিত্র এখন নগরে প্রকাশ্যে ও বিচ্ছিন্নভাবে বর্তমান। | Affreschi, mosaici e altre forme artistiche “approvate” adornano i muri di varie città, mentre opere underground, sebbene non così diffuse come in Europa, è ben visibile in Tehran; graffiti, tag e stencil sono discretamente [en], o anche apertamente, visibili in giro. |
5 | কয়েকটি দেয়াল শহীদদের মত প্রচারণামূলক চিত্রকর্মে ভরে গেছে। | Alcuni muri sono completamente coperti con pitture propagandistiche, ritratti di “martiri”, per esempio. |
6 | এটি কাল্পনিক, সাধারণত অলংকৃত চিত্র হতে পারে। | Ma ci sono anche immagini astratte, semplicemente ornamentali. |
7 | কয়েক সপ্তাহ পূর্বে, তেহরান থেকে একজন আলোকচিত্রী ইমেইলে গ্রাফিতির এই ছবিগুলো পাঠিয়েছেন; তিনি এই মন্তব্য জুড়ে দিয়েছেনঃ | Alcune sono vere e proprie opere d'arte. Qualche settimana fa, un fotografo di Tehran ha inviato via email all'autrice di questo post diverse foto di graffiti, con il seguente commento: |
8 | আমি তেহরানে, একটি বাস স্টপেজে এগুলো তুলেছি। | Ho scattato queste foto a Tehran, vicino una fermata dell'autobus. |
9 | আমার মনে হয় তেহরানের পৌরসভার সাথে কারো যুদ্ধ চলছে। | Penso che qualcuno sia in lotta con la municipalità di Tehran. |
10 | একদিন কেউ দেয়ালচিত্র এঁকে দেয়, অন্যদিন পৌরসভা সেটি মুছে দেয়। | Un giorno, lui o lei, disegna un graffito e nei giorni a seguire la municipalità li cancella. |
11 | এটি চলতেই থাকে। | E ciò continuerà ad andare avanti parecchio. |
12 | তেহরানে গ্রাফিটি। | Graffiti a Tehran. |
13 | ছবিঃ মেলিন্ডা লিজেন্দ্রে | Foto: Melinda Legendre |
14 | তেহরানে গ্রাফিটি, নভেম্বর ২০১২ ছবিঃ ইসা | Graffiti in Tehran, Novembre 2012. Foto: Issa |
15 | তিন সপ্তাহ পরে, আমি তাকে উল্লেখপূর্বক তার ছবিগুলো প্রকাশের অনুমতি চাইলাম, তিনি বললেন এটি তার জন্য সম্মানজনক হবে এবং তিনি আরো জানাতে চেয়েছেনঃ | Tre settimane dopo, quando l'autrice dell'articolo ha chiesto all'autore dei graffiti il permesso di citarlo e pubblicare le foto, le ha risposto che sarebbe stato un onore, aggiungendo: |
16 | এখন তারা গ্রাফিতি অঙ্কন ঠেকানোর জন্য দেয়ালে রঙ করেছে। | Noi creiamo dei disegni o dei motivi su quel muro per impedire ad altri di aggiungere nuovi graffiti. |
17 | কিন্তু তার আগে দেয়ালটি সত্যি নোংরা ছিল। | Ma ciò prima che il muro fosse davvero sporco. |
18 | কিন্তু এখন তা নোংরা নয়। | Adesso almeno non lo è più. |
19 | তাই পৌরসভার শত্রু এখন জনগণের এক বন্ধু কারণ দেয়াল এখন আর নোংরা নয়। | Anzi, adesso il nemico della municipalità è un amico del popolo, perché quel muro non è più sporco. |
20 | যারা নিজেদেরকে ব্যক্ত করছে ইউরোপের তুলনায় ইরানে তারা অনেক বেশি ঝুঁকিতে। | Quanti decidono di esprimersi in tal modo in Iran sono più a rischio che in Europa. |
21 | বর্তমানে, ইরানে এ ব্যাপারে কোন আইন নেই, কিন্তু কর্তৃপক্ষ যদি এ কাজকে ধ্বংসাত্মক বিবেচনা করে, তাহলে এই শিল্পটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। | Al momento, non esiste legge specifica nel Paese, ma se le autorità dovessero considerare sovversive queste espressioni, allora l'arte potrebbe diventare un reato. |
22 | ইরানে পথচিত্রের কেবল জাগরণ হচ্ছে। | L'arte di strada sta nascendo ora in Iran. |
23 | আশা করি তার উন্নয়ন ঘটবে। | Speriamo possa prosperare. |