Sentence alignment for gv-ben-20121223-34333.xml (html) - gv-ita-20121222-71686.xml (html)

#benita
1দিল্লির গণধর্ষণের ঘটনায় সারা ভারতে ক্ষোভের সৃষ্টিIndia: proteste e indignazione per l'ennesimo stupro di gruppo
2১৬ ডিসেম্বর তারিখে ভারতের রাজধানী দক্ষিণ দিল্লিতে এক চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে উপর সংঘঠিত প্রহার এবং গণধর্ষণের ঘটনা সারা ভারতকে হতভম্ব এবং ক্ষুব্ধ করে তোলে।Una ragazza ventitreenne è stata spogliata, picchiata e violentata lo scorso 16 dicembre a New Delhi, mentre si trovava su un autobus, suscitando shock e indignazione [en, come i link successivi] in India e nel mondo.
3এই ঘটনার শিকার তরুণী এবং তার পুরুষ সঙ্গীকে লোহার রড দিয়ে পেটানো হয়, তারপর তাদের বাস থেকে ছুঁড়ে,দিল্লির মাহিপালপুর ফ্লাইওভারের নীচে আধা-উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়।La vittima e il suo compagno, colpito a sua volta con una sbarra di ferro, sono stati poi buttati fuori dall'autobus e abbandonati seminudi vicino a un cavalcavia.
4এখন মারাত্মক আহত অবস্থায় মেয়েটি এখন হাসপাতালে অবস্থান করছে।La ragazza al momento si trova in ospedale in condizioni critiche.
5ঘটনার শিকার তরুণীটি এক ফিজিওথেরাপিস্ট এবং তার সঙ্গী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,তারা একটি চলচ্চিত্র দেখে ফেরার পথে দ্বারকা নামক এলাকায় যাবার জন্য এক বিলাসবহুল ব্যক্তিগত বাস পায়, অভিযুক্ত বাস ড্রাইভার, সহ ছয়জন মিলে উক্ত তরুণীকে ধর্ষণ করে।Lei fisioterapista, lui ingegnere informatico ventottenne. Stavano rientrando dal cinema su un autobus privato di lusso diretto a Dwarka, il conducente dell'autobus e altri sei uomini, presumibilmente una gang, hanno violentato la ragazza.
6পুলিশ বাসটিকে চিহ্নিত করেছে এবং ঘটনার সাথে জড়িত the bus and have চারজনকে গ্রেফতার করেছ।La polizia ha rintracciato l'autobus e arrestato quattro persone.
7প্রতি বছর দিল্লিতে শত শত ধর্ষণের অভিযোগ দায়ের করা করা হয় এবং এই ধরনের অজস্র ঘটনার সংবাদ চেপে যাওয়া হয়।Ogni anno si registrano centinaia di stupri a Delhi, ed altrettante centinaia passano inosservati.
8ভারতে ধর্ষণকে নিষিদ্ধ বিষয় (ট্যাবু) হিসেবে দেখা হয়, যার ফলে এই ধরনের খুব কম ঘটনায় মামলা পর্যন্ত গড়ায়।In India lo stupro è considerato un tabù: ciò fa si che vengano denunciati solo pochi casi.
9এই ঘটনায় ভারতের রাজধানীর জন নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে ।Il caso ha sollevato molte domande sulla sicurezza pubblicanella capitale indiana.
10ঘটনাটি ভারতের আলোচিত এক বিষয়ে পরিণত হয় এবং বিষয়টি সংসদেও আলোচিত হয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে বেশীর ভাগ আলোচনা হয়েছে স্যোশাল মিডিয়ায়।Il tema è stato al centro dell'attenzione generale, se ne è anche discusso in parlamento, oltre a grande scalpore sui social media.
11মুনমুন ঘোষের টুইটার স্ট্যাটাস সম্ভবত বেশীর ভাগ নাগরিকের হতাশাকে ধারণ করেছে:Forse il tweet di Moonmoon Ghosh coglie al meglio la frustrazione generale:
12@মুনইনএ্যানফিল্ড (মুন মুন ঘোষ): নারী হবার কারণে দিল্লিতে বাস করার ক্ষেত্রে আমি আতঙ্ক অনুভব করছি, #দেলহি, আসলে, পুরো ভারতবর্ষে।@mooninanfield (Moonmoon Ghosh): Ho paura di essere una donna a #Delhi. In realtà, nell'intera India.
13অসুস্থhttp://www.ndtv.com/article/citiesSono disgustata. http://www.ndtv.com/article/cities
14দিল্লি স্লাটওয়ার্ক থেকে আসা প্রতিবাদ।Poster della “Slutwalk” di Delhi (la marcia delle sgualdrine).
15ছবি রাহুল কুমার-এর।Foto di Rahul Kumar.
16কপিরাইট ডেমোটিক্স-এর (৩০/০৭/২০১১)Copyright Demotix (30/07/2011)
17টুইটারে আসা আরো কিছু প্রতিক্রিয়া:Ulteriori reazioni su Twitter:
18@ভানিতাজ: ডাক্তারের প্রদান করা সংবাদ অনুসারে দিল্লিতে ধর্ষণের শিকার তরুণীর অন্ত্র এবং গোপনাঙ্গ গুরুতর জখম হয়েছে ।@vanithaj: I dottori affermano che l'intestino e le parti intime della vittima dello stupro a Delhi siano state fortemente danneggiate.
19মৃত্যুদণ্ড কি অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক বিচার?È giusta la pena di morte per gli accusati?
20না, তাদের গোপনাঙ্গ কেটে ফেলা উচিত।No, le hanno danneggiato le parti intime.
21@অরবিন্দ কেজেরিওয়াল৭ (@অরবিন্দ কেজেরিওয়াল):২০১২ সালে দিল্লিতে ৬৩৫টি ধর্ষণের মামলা হয়েছে।@ArvindKejriwal7 (Arvind Kejriwal):635 stupri registrati a Delhi nel 2012.
22এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কেউ কি শাস্তি পেয়েছে?Qualcuno punito ad oggi?
23না?No?
24এই বাস্তবতা কি এই ধরনের অপরাধকে উৎসাহ প্রদান করছে না?Ma ciò non incoraggia questo tipo di crimini?
25যে কোন ধরনের ধর্ষণ মামলার সিদ্ধান্ত এক মাসের মধ্যে প্রদান করতে হবে।Ogni caso di stupro dovrebbe essere risolto entro un mese.
26@আনন্দমহিন্দ্রা (আনন্দ মহিন্দ্রা): দিল্লির গণধর্ষণের প্রতিক্রিয়ায় সঠিক মাত্রায় ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনায় চাপ বজায় রাখার জন্য প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বিরামহীন ভাবে কাজ করে যেতে হবে।@anandmahindra (Anand Mahindra): In risposta allo stupro di gruppo di Delhi la rabbia generale è comprensibilmente aumentata; i Media e i social media devono contribuire a fare pressione affinché si agisca.
27@জাস্টিসফরওমেন: ধর্ষণ কেবল #দিল্লির সমস্যা নয়, #ভারতে প্রতিদিন এবং সকল স্থানে নারী ও তরুণীরা ধর্ষণের শিকার হচ্ছে-বিষয়টি জাতীয় পর্যায়ে মনোযোগের দাবিদার।@JusticeForWomen: lo #STUPRO non è un problema di #DELHI. DAPPERTUTTO in #India vengono violentate QUOTIDIANAMENTE donne e bambine.
28এ ওমেন ইন টুডেস ইন্ডিয়া উদ্বিগ্ন :- Il tema ha bisogno di un'attenzione NAZIONALE.
29ভারতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, আর এটাই শেষ নয়!Una donna appare furiosa:
30আবার এই ধরনের ঘটনা ঘটবে, আবার ঘটবে, তারপর আবার ঘটবে, তারপর আবার, তারপর আবার, এক দিনে অজস্রবার ঘটবে।Non è la prima volta che succede e non sarà l'ultima!
31দেবীর পূজা করা এক জাতি, যাদের বাসস্থানকে ভারত বলে অভিহিত করা হয়, তার সবটুকু এলাকা জুড়ে এই ঘটনা ঘটবে। [..]Succederà ancora, e ancora, e ancora, tantissime volte al giorno, in tutta questa grande e devota nazione chiamata India. […]
32ভারতে ধর্ষণ সংঘঠিত হয়, কারণ আমরা বোধহীন।In India si verificano stupri perché siamo una nazione insensibile.
33এন ইন্ডিয়ান হোমমেকার-এর অনেক প্রশ্ন রয়েছে:Una casalinga pone diverse domande:
34আপনাদের কাছে কি মনে হয়, কোন বিষয়টি দিল্লির এই ধর্ষণকারীদের নির্ভয় করে তুলেছে? [..]Cosa pensate che abbia reso questi violentatori di Delhi così temerari? […]
35আপনি কি মনে করেন আমাদের সমাজ সত্যিকার অর্থে ধর্ষণকারীদের অপরাধী হিসেবে দেখে?Credete davvero che la nostra società pensi che i violentatori siano dei veri criminali?
36আমাদের মধ্যে অনেকে ধর্ষণকে অনেকটা এভাবে দেখে যে,ধর্ষণ তখন সংঘঠিত হয়, যখন ধর্ষণকারী নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না।Sembra che molti di noi vedano lo stupro come qualcosa che succede quando uno stupratore non è più in grado di controllarsi.
37দৃশ্যত, যৌন অপরাধীদের অপরাধ বিচারের ক্ষেত্রে আমাদের এক নিজস্ব বিচারিক আদর্শ রয়েছে, আর ধর্ষণকারীরা তা জানে।Sembra che abbiamo dei criteri speciali per giudicare i criminali sessuali e gli stupratori lo sanno.
38লক্ষী চৌধুরী লিখেছে :Lakshmi Chaudhry scrive:
39প্রতিবার এক উত্তেজনাপূর্ণ ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হয়ে আসে। প্রতিবার একজন রাজনীতিবিদ তার মুখ খোলে, এটা অন্য এক ভারতে স্বাগত না জানানোর মত এক ঘটনার স্মরণ, আমাদের ধীরে চলা ভারতে, আরো বিপজ্জনক এক জোড় যা একগুয়ের মত এগিয়ে যেতে এবং পরিবর্তিত হতে চায় না।Ogni volta che uno stupro clamoroso finisce in prima pagina, ogni volta che un politico apre la bocca, è un indesiderato promemoria di quest'altra India, della nostra più lenta e pericolosa gemella che ostinatamente si rifiuta di crescere o di cambiare.
40এই বিষয়টিও অখণ্ডনীয় এক প্রমাণ যে আমাদের এই জগৎ পুরোপুরি বাস্তব নয়, যা কেবল নিজস্ব অবস্থানে অস্তিত্ব তৈরি করা সতর্ক প্রহরার বুদবুদ যা নিরাপত্তার বিভ্রান্তিতে তৈরি।È inoltre indiscutibile che sia il nostro mondo a non essere per niente reale, esiste solamente in una campana di vetro custodita attentamente e creata sull'illusione della sicurezza.
41এটি এমন এক বুদবুদ যা কিনা আরেকটি ভারতের ইচ্ছায় ভেঙ্গে পড়বে, আমরা যাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখি।Una campana che può essere rotta a volontà dell'altra India dalla quale proviamo in ogni modo ad isolarci.
42দিল্লি স্লাটওয়াক-এ পুরুষরা অংশগ্রহণ করেছেI ছবি রাহুল কুমার।Alcuni uomini alla “Slutwalk” di Delhi. Foto di Rahul Kumar.
43কপিরাইট ডেমোটিক্সেরCopyright Demotix.
44রিতু ললিত, সোশ্যাল একটিভিস্ট, আইন প্রণেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি খোলা চিঠি পোস্ট করেছে।Ritu Lalit pubblica una lettera aperta agli attivisti sociali, politici e alle forze dell'ordine.
45তার এক সারাংশ:Eccone uno stralcio:
46আমাদের দেশের প্রকৃত নিপীড়িতদের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমাদের নারীদের প্রতি।Vorrei richiamare l'attenzione sulla reale oppressione della nazione, delle donne.
47আমাদের দেশের নারীদের উপর সংঘঠিত অত্যাচার কেন আপনাদের নজর এড়িয়ে যায়?Perché la difficile situazione delle donne non ha raggiunto la vostra attenzione?
48কেন আপনারা তাদের মান রক্ষার্থে এগিয়ে আসতে পারেন না?Perché non siete furiosi per loro?
49আপনাদের মাঝে উল্লেখযোগ্য নারী হচ্ছেন জাতীয় ব্যক্তিত্ব, আর তারা এমন কিছুর খেয়ালে আছেন যা ২০০২ সালে ঘটেছে!La maggior parte delle persone tra voi sono donne e stanno perdendo la testa per qualcosa che è successo nel 2002!
50দি প্রেগন্যান্ট থটস মন্তব্য করেছে :Il blog “The Pregnant Thought” (l'opinione incinta) opina:
51দিল্লির ধর্ষণের ঘটনার জন্ম গতকাল নয়।La cultura dello stupro non è nata ieri a Delhi.
52এটা আমাদের আইনের শাসন না থাকার ঘটনাকে বাড়াতে দেওয়ার ফলে সৃষ্ট অবৈধ সন্তান।È la figlia illegittima della nostra educazione ribelle. Non ha fallito Delhi.
53দিল্লি ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছি আমরা।Abbiamo fallito noi.
54এই বিষয়ে আমাদের কঠিন আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই।Abbiamo leggi severe, ma non le applichiamo in maniera adeguata.
55আরো কঠিন আইনের বদলে আমাদের আরো উন্মুক্ত এক সংস্কৃতি দরকার।Più che di leggi severe, abbiamo bisogno di una cultura aperta.
56এটা আসলে কি ধরনের সংস্কৃতি যেখানে যৌনতা একটা খারাপ শব্দ, আর ধর্ষণ হচ্ছে নিয়ম ।Che tipo di cultura è questa, in cui sesso è una brutta parola, e lo stupro è nella norma.
57এই বিষয়টি উপলব্ধি করার জন্য আমাদের কি প্রয়োজন যে, “একটি বিষয়কে বোঝার জন্য, তাকে উপলদ্ধির করা প্রয়োজন”।Quando capiremo che “per poter parlare di un tema, c'è bisogno di parlarne”.
58জেগে উঠুন, উন্মুক্ত হোন!Svegliatevi. Datevi una mossa!