# | ben | ita |
---|
1 | জন্মনিয়ন্ত্রণের উপাদান সামগ্রী পাওয়ার অধিকার নিয়ে আঁকা কার্টুনের কারণে আতেনা ফারঘাহদানিকে আজ ইরানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা | Attivista processata in Iran per un fumetto sull'accesso alla contraccezione |
2 | ১৯ মে মঙ্গলবার, আতেনা ফারঘাহদানিকে এক শুনানির জন্য আদালতে হাজির করার কথা, যার বিরুদ্ধে অভিযোগ সংসদ সদস্যদের অপমান করা এবং প্রচলিত প্রথার বিরুদ্ধে প্রচারণা চালানো। | Martedì 19 maggio Atena Farghadani ha affrontato un processo con l'accusa di di aver insultato i membri del parlamento e di propaganda contro il sistema. |
3 | ছবি আতেনাকে মুক্ত কর (ফ্রি আতেনা) নামক ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে। | Immagine presa dalla pagina Facebook ‘Free Atena'. |
4 | একটিভিস্ট এবং শিল্পী আতেনা ফারঘাহাদানির মামলার শুনানী আজ ১৯ মে মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়ার কথা, যাকে ইরান সরকারের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে। | Martedì 19 maggio, l'attivista e artista Atena Farghadani ha affrontato un processo per aver creato una vignetta che ha criticato il governo iraniano. |
5 | ২৮ বছর বয়স্ক আতেনার বিরুদ্ধে প্রচলিত মতের বিরুদ্ধে প্রচারণা চালানোঃ তৈলচিত্র অঙ্কনের মধ্যে দিয়ে সংসদ সদস্য এবং সর্বোচ্চ নেতাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে। | La ventottenne è stata accusata di propaganda contro il sistema, utilizzando la pittura per insultare i membri del parlamento e il leader supremo. |
6 | অঙ্কিত যে চিত্রের কারণে আতেনাকে গ্রেফতার করা হয়, সেটিতে ইরানের সংসদ সদস্যদের পশু হিসেবে চিত্রিত করা হয়েছে, যারা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী হাতের নাগালে পাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ এবং স্বেচ্ছায় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আনা আইনে ভোট দিয়েছে, যে আইন নারী অধিকার দারুণ ভাবে ক্ষুণ্ণ করবে। | L'immagine che ha portato Atena all'arresto raffigura i parlamentari iraniani sotto forma di animali durante il voto della legge che limiterà l'accesso alla contraccezione e definirà come crimine la sterilizzazione volontaria, riducendo gravemente i diritti delle donne. |
7 | আগস্ট ২০১৪-এ তাকে প্রথম গ্রেফতার করা হয়, এরপর তাকে বেশ দীর্ঘ সময় ইভিন কারাগারের একটা নির্জন কামরায় রাখা হয়। | Atena era stata arresta inizialmente nell'agosto 2014, quando venne tenuta in cella di isolamento per periodi di tempo prolungati nella prigione di Evin. |
8 | একই বছরের ডিসেম্বর মাসে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কারাগারের প্রহরীদের দুর্ব্যবহারের ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা করার কারণে তাকে আবার আটক করা হয়। | È stata poi rilasciata a dicembre ma è stata nuovamente detenuta dopo avere dichiarato pubblicamente i maltrattamenti subiti dai carcerieri. |
9 | আতেনার কার্টুনে ইরানের সংসদ সদস্যদের পশু হিসেবে আঁকা হয়েছে যারা স্বেচ্ছায় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অথবা ভ্যাসেকটমি গ্রহণ নিষিদ্ধ আইনের পক্ষে ভোট দিয়েছে। | La vignetta di Atena che raffigura i parlamentari iraniani sotto forma di animali durante il voto della legge che proibisce la contraccezione volontaria permanente o vasectomia. |
10 | চিত্রটি নেওয়া হয়েছে আতেনাকে “মুক্ত কর নামক” (ফ্রি আতেনা) ফেসবুক পাতা থেকে। | Immagine presa dalla pagina Facebook ‘Free Atena'. |
11 | দ্বিতীয় বার আটক করার পর আতেনা কারাগারের বাজে অবস্থার বিরুদ্ধে এক অনশন ধর্মঘট শুরু করে। | Tre settimane dopo il secondo isolamento, Atena ha iniziato uno sciopero della fame per protestare contro le condizioni della prigionia. |
12 | তার আইনজীবী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছে যে এই ঘটনার প্রেক্ষিতে সে হৃদরোগে আক্রান্ত হয় এবং ফেব্রুয়ারি মাসে একেবারে চেতনা হারিয়ে ফেলে। | Tale protesta, racconta il suo avvocato ad Amnesty International [en, come tutti i link seguenti], le ha provocato a febbraio un arresto cardiaco e una breve perdita di coscienza. |
13 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংবাদ প্রদান করেছে যে এরপর আতেনাকে অন্য এক কারাগারে নিয়ে যাওয়া এবং বর্তমানে সে তার অনশন ধর্মঘট স্থগিত রেখেছে, তবে এথেনার আইনজীবী তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। | Amnesty International ha comunicato che da allora Atena è stata spostata in un altro centro di detenzione dove ha sospeso lo sciopero della fame, anche se gli avvocati temono per la sua salute. |
14 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে এখানে এই বিষয়ে এক কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, এদিকে স্যোশাল মিডিয়ায় সমর্থন এবং সচেতনতা বৃদ্ধির জন্য “আতেনাকে মুক্ত কর” (#ফ্রিআতেনা) নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। | Amnesty International sta conducendo in Iran un richiamo all'azione, mentre l'ashtag #freeAtena è usato sui social media al fine di promuovere il supporto e la sensibilizzazione sull'accaduto. |