# | ben | ita |
---|
1 | চিলিঃ ছাত্রদের নির্মিত ভীতিকর প্রহসনের বিরুদ্ধে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য ছবি | Cile: studenti realizzano un cortometraggio sul bullismo |
2 | চিলির লাস কামব্রেস বালক বিদ্যালয়ের ছাত্ররা কয়েকটা ভিডিওর একটা ধারাবাহিক সিরিজ তৈরী করেছে; যার মধ্যে নিম্নের ভীতি উদ্রেককারী প্রহসন ও এর ফলে কিশোর আত্মহত্যার ভিডিওটি রয়েছে। | In Cile gli studenti dell'Istituto maschile Las Cumbres hanno prodotto una serie di cortometraggi, incluso il seguente video sul bullismo e i suicidi tra gli adolescenti, che chiude con la seguente affermazione: |
3 | ভিডিওটি শেষে হয়েছে নীচের বক্তব্য তুলে ধরে: আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি এখন দৃশ্যমান। | Si tratta di un fenomeno che va diffondendosi nel nostro Paese e nel resto del mondo. |
4 | আপনি জানতে পারছেন না যে অন্য জন এতে কি ভাবছে অথবা আপনার কৌতুক তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। | Impossibile sapere cosa passa per la testa di una persona, o gli effetti di certe battute. |
5 | অপরিণত আচরণ দ্বারা অনেক প্রতিভার ভবিষ্যৎ অন্ধকার করা থেকে আসুন আমরা বিরত হই। | Evitiamo di ostacolare la crescita di possibili talenti per l'immaturità di alcuni. |
6 | “ভীতি উদ্রেককারী প্রহসনের” ভিডিওটিতে শারীরিক ভাষা ও প্রকাশ বেশ সমৃদ্ধ ভাবে ফুটে উঠেছে এবং যদিও এটা স্প্যানিশ ভাষায় কিন্তু অন্য ভাষাভাষীরাও এর বক্তব্য সহজেই অনুধাবন করতে পারবে: | Il cortometraggio “Bullying” utilizza al meglio l'espressione e il linguaggio del corpo, per cui, anche se è girato in spagnolo, il messaggio è pienamente comprensibile a prescindere dalla propria lingua. |
7 | ইডিস কর্তৃক বুলি ফ্রি জোন থেকে ইমেজটি ব্যবহার করা হয়েছে, ক্রিয়েটিভ কমোন্স অ্যাট্রিবিউশন লাইসেন্সের আওতায়। | L'immagine Bully Free Zone di Eddie~S viene utilizzata in base alla licenza Creative Commons. |