# | ben | ita |
---|
1 | মালয়েশিয়া: ভালোবাসা দিবসে অন্তর্বাসহীন আন্দোলন | Malesia: la giornata senza mutandine, tra il serio e il faceto |
2 | দুই সপ্তাহ আগে মালয়েশিয়ায় কলেজে পড়ুয়া কিছু ছাত্রী ভালোবাসা দিবসে “অন্তর্বাসহীন আন্দোলন” এর ঘোষণা দেয়। | Due settimane fa, alcune studentesse universitarie malesi hanno annunciato il movimento “senza slip” per il giorno di San Valentino. |
3 | প্রেমিকদের প্রতি নারীর ভালোবাসা দেখানো এই অন্তর্বাসহীন প্রচারণার প্রধান লক্ষ্য। | L'obiettivo della “campagna no-mutandine” [in] è di far vedere che le ragazze amano i fidanzati. |
4 | মুখ থেকে মুখে ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যাম্পেইনটি এবং দ্রুত জনপ্রিয়ও হয়ে ওঠে। | L'iniziativa è diventata alquanto popolare grazie al passaparola e a Internet. |
5 | এই অভিযানের বিরুদ্ধে লুরভিঞ্জেল তার প্রতিক্রিয়া জানিয়েছেন: | lurveangel è contro la campagna [in]: |
6 | খুব উচ্চ-শিক্ষায় শিক্ষিত নয় এরা, তাই নয় কি? | È gente non troppo istruita, giusto? |
7 | যদি হতো, তবে জানতো যে অন্তর্বাস না পরে প্রমাণ করা যায় না খাঁটি প্রেম, ঠিক? | Se lo fossero, saprebbero che non indossare gli slip non prova l'amore vero, okay? |
8 | এ শুধুই লালসা ভরা - তবে অবশ্যই এটা যৌন উত্তেজনা তৈরী করবে যখন জানতে পারবেন যে আপনার অর্ধাঙ্গিনীর নিম্নাঙ্গে কোন বস্ত্র নাই, কিন্তু তাই বলে প্রকাশ্যে জানানো কেন? | Solo libidine. Certo, può essere titillante sapere che l'altra tua metà non indossa nulla sotto, ma perchè renderlo pubblico?? |
9 | সমস্যা কি এই সব মানুষের? | Cos'è che non va con questa gente??!! |
10 | প্রেমিকের সঙ্গকালীন শরীরের প্রতিটা ইঞ্চি মুড়ে অথবা পুরো উদোম থেকে খাঁটি প্রেম প্রমাণ করা যায় না। | Il vero amore non c'entra nulla col fatto di essere coperti in ogni singolo centimetro o di essere quasi nudi quando si è con il partner. |
11 | এসব নিয়ে যারা সন্দেহ তৈরী করে নিশ্চিতভাবে বলা যায় সে কখনও প্রেমে পড়ে নি বা ভালোবাসেনি অথবা জানে না খাঁটি প্রেমের মর্ম। | Quanti confondono queste storie non sono mai stati innamorati o non sono mai stati amati. O forse non conoscono neppure il significato del “vero amore”. |
12 | দ্যা সেলানগর ইসলামিক এফেয়ার্স ডিপার্টমেন্ট (জেএআইএস) ও অন্যান্য নাগরিক নীতিবোধ রক্ষাকারী কর্তৃপক্ষ এতে বেজায় খেপে আছে। যারা অন্তর্বাসহীন আন্দোলনে যোগ দেবে তাদের খুঁজে বের করার শপথ নিয়েছে। | Il Dipartimento per gli Affari Islamici (JAIS) a Selangor e altre autorità pubbliche sulla moralità sono furiose. hanno promesso di dare la caccia a quanti si uniranno al movimento “no-slip” perchè celebrare il giorno di San Valentino è una deviazione [in] dall'insegnamento islamico. |
13 | ভালোবাসা দিবস উদযাপন নাকি ইসলামী শিক্ষার বরখেলাপ। | Daffodil accusa le autorità di reagire in modo eccessivo alla questione [in]: |
14 | বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন ড্যফোডিল নামে একজন মহিলা: | |
15 | ধরে নিলাম প্রেমিকের প্রতি অনুরক্তি দেখাতে অন্তর্বাস খুলে সড়কে বের হওয়া খুবই কদর্য …. | OK…. .vero, è piuttosto sciocco andare senza slip solo per dimostrare che ami qualcuno…. |
16 | এবং সম্ভবত হ্যান্ড মিরর বা ক্যামেরা ফোনের অস্ত্র নিয়ে এক্সেলেটরের আড়ালে লুকানো কিছু যৌন-কাতর জন্তুর যোগসাজশে এই অশোভন আচরণ …… যারা ভেবেছে হয়ত তারাই সঠিক। | e chiunque abbia pensato a tale stupidata è probabilmente un anfibio affamato di sesso che si nasconde dietro qualche cespuglio o in qualche ascendore armato con uno specchietto da borsa o un cellulare con fotocamera…… |
17 | কিন্তু আমাদের দেশের নৈতিকতার ধ্বজাধারী পুলিশ উন্মাদ হয়ে গেছে এবং ভালোবাসা দিবসের বদমায়েশি রুখতে সতর্কতামূলক বার্তা জারি করেছে!!!??? অতিরিক্ত প্রতিক্রিয়া প্রদর্শকদের কথা বলছি……. | Però che senso ha per la polizia morale del nostro paese dare i numeri e lanciare avvertimenti sui mali del giorno di San Valentino!!!??? |
18 | মানে, একটু ভেবে দেখুন তো.. যদি তারা চায় তবে তো তারা অন্য কোন দিনও অন্তর্বাস ছাড়া বের হতে পারে, ঠিক না? | Quando si parla di “reazione eccessiva”……voglio dire, riflettiamoci un attimo…volendo, potrebbero uscire senza slip in qualsiasi altra giornata,giusto? |
19 | অন্তর্বাস না পরলে তা কারো জন্য সমস্যা সৃষ্টি করবে না মনে করে জোশ: | Josh insiste che non indossare mutandine non dovrebbe costituire un problema [in] per gli altri: |
20 | আপনাদের একটা প্রশ্ন করি, একজন যদি অন্তর্বাস না পরে তবে কিভাবে তা আপনাকে আহত করতে পারে। | Consentitemi di farvi una domanda, come fa qualcuno che non indossa biancheria intima a influenzarvi come persona. |
21 | আপনি কি মোটেও আন্দাজ করতে পারবেন? | Come fate ad accorgervene? |
22 | জানতে পারবেন? | Chi può saperlo? |
23 | আপনি কিভাবে জানবেন রাস্তায় আজ যাদের সাথে আপনার দেখা হয়েছে তারা অন্তর্বাস পরে ছিল? | Come fai a sapere che le stesse persone che oggi incontri per strada non hanno le mutande addosso? |
24 | একজন মানুষ আন্ডারওয়্যার পরলো কিনা সেটা আপনি বুঝতেই পারছেন না বা কোনভাবেই আপনাকে আহত করছে না এমন সম্ভাবনা যখন রয়েছে তখন কেন এতো শোরগোল। | Allora, perchè questo trambusto quando è impossibile perfino sapere se una persona indossa o meno biancheria intima e quindi ciò non può aver alcun effetto su di voi. |
25 | এটা কোনো বিষয় না। | Tanto per cominciare, questo non è un problema. |
26 | মানুষজন কাপড়ের নিচে কি পরবে এটা যার যার একান্ত নিজস্ব ব্যাপার, অন্যদের নয়। | Ciò che la gente indossa sotto i vestiti è affar loro e non nostro. |
27 | কর্তৃপক্ষ কিভাবে খুঁজে বের করবে কলেজের কোন ছাত্রী প্যান্টি পরে নাই - এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মুমসি । | Mumsie si chiede in che modo le le autorità potranno identificare le studentesse universitarie senza slip [in]. |
28 | তারা কি ছাত্রীদের স্কার্ট তুলে দেখবে? | Ne solleveranno forse le gonne? |
29 | গড! এটা সত্যিই নয়া কিসিমের এবং জেএআইএসরা কিভাবে এর প্রতিরোধ করতে যাচ্ছে তাই নিয়ে ভাবছি?! …. | Accidenti, qui c'è proprio qualcosa di nuovo e mi domando in che modo il JAIS abbia intenzione di evitare che ciò accada?! |
30 | তারা কি স্কার্টের নিচে কড়া নজরদারি শুরু করবে কোন কোন ছাত্রী প্যান্টি পরে নাই সেটা জানতে?!! | …Hanno intenzione di andare a caccia di queste studentesse “senza-slip”, dando un'occhiata sotto ogni gonna?!! |
31 | তাহলে তো হবে আরো ভয়াবহ যৌন-অসদাচারণ, তাই নয় কি? | Sarebbe un palese reato sessuale, non è così? |
32 | উপলব্ধি করা যায় সেদিন কোন ছাত্রী প্যান্টি পরে নাই এ নিয়ে ছাত্ররা বাজি ধরবে এবং আন্দাজ করার চেষ্টা চালাবে। | Posso immaginare tutti gli studenti di sesso maschile che in quel giorno andranno scommettendo e indovinando su quale studentessa non porti le mutande! …;-) |
33 | এই প্রতিবাদ/ক্যাম্পেইনের মধ্যে অভিনবত্ব খুঁজে বের করেছেন দি আদার মালয়েশিয়া: | L'Other Malaysia riconosce l'unicità [in] della protesta/evento: |
34 | ১. স্বতস্ফুর্ত এবং সংগঠিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন, কোন রাজনৈতিক দল বা জনপ্রিয় রাজনীতিবিদের প্ররোচনায় নয়; | 1. L'organizzazione di questo ‘evento' è stata spontanea ed organica, non essendo istigata da nessun partito politico o da un popolare uomo politico; |
35 | ২. এই ক্যাম্পেইন মুখে মুখেই ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে গেছে। যা মধ্যমানের শিল্পোন্নত দেশের সারিতে দ্রুত উত্তরণের অংশ হিসাবে মালয়েশিয়ায় প্রবর্তিত ইন্টারনেট, এসএমএস এবং যোগাযোগ অবকাঠামোর নানা মাধ্যমের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে; | 2. Le modalità organizzative dell'evento si sono basate sul passaparola e su Internet, rilevando la crescente importanza di Internet, SMS e altre infrastrutture di comunicazione implementate come parte del rapido sviluppo della Malesia verso un'economia semi-industrializzata; |
36 | ৩. এই উদযাপন বা প্রতিবাদের ধরণ একেবারে অরাজনৈতিক এবং মূলত একান্ত ব্যক্তিগত যেহেতু এর উদ্দেশ্য প্রেমিকের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। | 3. La natura del festeggiamento/protesta, rimane comunque non-politica e sopratutto personale, essendo intesa come dimostrazione di amore verso il proprio partner. |
37 | অন্তর্বাসহীন আন্দোলন কি আসলে পরোক্ষ প্রতিরোধের একটা পন্থা? | Il movimento “senza slip” è forse una forma di resistenza passiva? |
38 | সমাজের নীতি নির্ধারকের ভূমিকা পালনকারী হিসাবে ব্যাপক পরিচিত ও সমালোচিত রাষ্ট্রীয় ধর্মীয় ব্যুরোক্রেসির বিরুদ্ধে এটা হয়ত একটা পরোক্ষ প্রতিবাদ। | …potrebbe essere un'azione di resistenza passiva contro una burocrazia statale religiosa il cui ruolo nell'imporre la pulizia morale della società è divenuto ben noto e nefasto. |
39 | (লক্ষণীয়, এটা কেবল আমাদের অনুমান)। | (Si noti che questa rimane soltanto una nostra ipotesi). |