# | ben | ita |
---|
1 | মার্টিনিক: “মানুষের মতো চিন্তা করুন”, শুধু ফ্রান্সে নয় | Martinica: “Think Like A Man”, film troppo nero per essere proiettato |
2 | মিস ব্ল্যাক ফ্রান্স ২০১২ নির্বাচনকে ঘিরে বিতর্কের মাত্র কয়েক সপ্তাহ পর আরেকটি প্রশ্ন আফ্রিকীয় বংশোদ্ভুত ফরাসি জনগণ আলোচনা করছে: প্রেক্ষাগৃহ এবং নাট্যমঞ্চগুলোতে মার্কিন চলচ্চিত্র “থিন্ক লাইক এ ম্যান (মানুষের মতো চিন্তা করুন)“-এর মুক্তি বাতিল নিয়ে। | A poche settimane dal dibattito sull'elezione di Miss Black France 2012 [it], tra i francesi di origine africana si discute di un'altra questione: l'annullata distribuzione del film americano “Think Like A Man [en]”. |
3 | মার্কিন চলচ্চিত্রটি কীভাবে ফরাসি সামাজিক বিতর্কের জায়গা করে নিয়েছে? | Che ci fa un film americano nel dibattito sociale francese? |
4 | যতোই বিস্ময়কর হোক না কেন উত্তরটি চলচ্চিত্রটিতে অভিনয় করা সমস্ত কালো কুশীলবেই নিহিত। | Pur se sorprendente, la risposta sta nel fatto che il cast del film è composto interamente da attori afroamericani. |
5 | দেশের বহুজাতি ভিত্তিক জনসংখ্যার সকল উপাদান ন্যায্যভাবে প্রদর্শন না করার জন্যে প্রায়শঃই ফরাসি চলচ্চিত্রের প্রতি আঙ্গুল তোলা হয়। | Il cinema francese è stato spesso accusato di non mostrare in maniera equa la composizione multietnica della sua popolazione. |
6 | লে ইনটাচেবলস (অস্পৃশ্য) চলচ্চিত্রের জন্য ফরাসি আফ্রিকীয় অভিনেতা ওমর সাই ২০১২ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সিজার পুরস্কার অর্জন করেছেন। সিনেমাটির সাম্প্রতিক সাফল্য আফ্রিকা এবং ক্যারিবীয় বংশোদ্ভুত ফরাসি নাগরিকদের মধ্যে বিশাল গর্ব এবং আশা্র সঞ্চার করলেও সেটা গভীর এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটি সন্ধিক্ষণ রূপে প্রতিভাত হতে পারেনি। | Nonostante il recente successo del film Les Intouchables [Quasi Amici, it], (grazie al quale l'attore francese-africano Omar Sy [it] ha vinto il premio Cesar [it] come Migliore Attore nel 2012) abbia generato grande soddisfazione e speranza tra i cittadini francesi di origine afro-caraibica, ciò non rappresenta certo un punto di svolta verso un cambiamento profondo e duraturo. |
7 | মানুষের মতো চিন্তা করুন সিনেমার পোস্টার | Poster del film "Think Like a Man" |
8 | মার্টিনিকের ব্লগার বন্ডামাঞ্জাক এই কলঙ্কিত বিজয়ের পর খুবই নাক সিটকিয়েছেন। তিনি যেমন ব্যাখ্যা করেছেন [ফরাসী] যে ওমর সাইয়ের এই পুরস্কার মনোনয়নের সবকিছুই স্বাভাবিকভাবে হয়নি, বরং তা ঘটেছে থিয়েটার দর্শকদের বিশাল সংখ্যার কারণে। | Dalla Martinica, il blogger Bondamanjak commenta con cinismo questa vittoria agrodolce quando spiega [fr] che la nomination di Omar Sy non è avvenuta in modo naturale, ma è dovuta piuttosto al gran numero di spettatori che il film ha condotto al cinema. |
9 | আর সমস্ত ফরাসি জনগণ শুধু একজন ওমর সাই'কেই সিজার মনোনয়নের জন্যে চূড়ান্ত তালিকাভুক্ত করতে ভুলে গিয়েছিল […] থিয়েটারে এর ১ কোটি ৯০ লক্ষ দর্শক হওয়ার পরই কেবল জনগণ ফরাসি সিনেমা শিল্পের ঘৃণার মনোভাবটি নিয়ে চিৎকার করতে শুরু করে এবং তারা তাদের ভুল স্বীকার করে। | I francesi dimenticano che Omar Sy non aveva neppure superato le pre-selezioni come nominato ai César […] Soltanto quando il film “Les Intouchables” [Quasi Amici] ha raggiunto 19 milioni di spettatori nei cinema, gli spettatori hanno cominciato a mettere in discussione il comportamento oltraggioso dell'industria cinematografica francese, e hanno preteso che ammettessero il loro errore. |
10 | তবে নিশ্চিত থাকুন এই পুরস্কারটি চালিয়ে নেয়ার জন্যে মরুভূমির মধ্যে সুযোগসন্ধানী জলের একটি বিন্দু মাত্র। | Tuttavia, è certo che questo premio rappresenta soltanto un'opportunistica goccia d'acqua in un deserto che continua ad avanzare. |
11 | সিনেমাতে বর্ণবাদী (জাতিগত) প্রোফাইলিং কীভাবে ব্যাখ্যা করা যাবে? | Come si può spiegare la rappresentazione razziale al cinema? |
12 | মার্টিনিকের ব্লগ বো কে জনগণ নিগ্রো সংবাদের ফেসবুক পৃষ্ঠায় “ফ্রান্স চলচ্চিত্রে দম্পতির দুজনকেই কৃষ্ণাঙ্গ দেখতে চায় না” শিরোনামে প্রকাশিত একটি নোট [ফরাসী] সম্পর্কে রিপোর্ট করেন। | Dalla Martinica, sul blog People Bo Kay è stato ripubblicato un messaggio [fr] precedentemente apparso sulla pagina Facebook “Negro News” [fr], intitolato “La Francia non vuole coppie tutte nere nei film”. |
13 | ব্যাপক প্রচার পাওয়া এই বিশ্লেষণটি ফ্রান্সের সাম্প্রদায়িকতা এবং রাজনীতি সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যেগুলো থেকে হয়তো চলচ্চিত্রটি প্রত্যাখ্যানের ব্যাখ্যা পাওয়া যেতে পারে। | Questa analisi, diventata un fenomeno virale in Rete, sviluppa alcune idee sulla politica e il senso delle comunità in Francia come ipotesi per il rifiuto del film. |
14 | ফরাসি রাষ্ট্রের আর্থ-সামাজিক কৌশলটি কমিউনিটিগুলোকে মূল্যায়ন করার পরিবর্তে বরং নানা জাতির মধ্যে সম্পর্ককে বেশি সমর্থন করে। | Bisogna ricordare che lo Stato francese promuove una strategia socio-politica che tende a favorire relazioni interrazziali piuttosto che la valorizzazione delle comunità etniche. |
15 | “মানুষের মতো চিন্তা করুন” কমেডিতে মনোযোগ কৃষ্ণাঙ্গ দম্পতি উপর নিবদ্ধ। | Il film “Think like a man” si concentra invece sulle coppie interamente nere. |
16 | এই নোট অনুসারে ফ্রান্সে আফ্রিকীয়-মার্কিন চলচ্চিত্রগুলোকে (তাদের লাভজনকতা সত্ত্বেও) আটকে দেয়ার অন্য ব্যাখ্যাটি হলো: | Secondo il commento che segue, l'altra spiegazione del freno ai film afroamericani in Francia (nonostante i loro incassi) sarebbe invece questa: |
17 | ‘আমি কেন বিবাহিত' এবং ‘অশ্বেতাঙ্গ মেয়েদের জন্যে'-এর মতো চলচ্চিত্র দিয়ে মার্কিন বক্স-অফিসে বরাবর নেতৃত্ব দেয়া সত্ত্বেও কৃষ্ণাঙ্গ অভিনেতা এবং প্রযোজক টাইলার পেরি'র সিনেমাগুলো কখনো কোনো ফরাসি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি বা শুধুমাত্র ডিভিডিতে মুক্তি পায়। | Nonostante l'attore e produttore afroamericano Tyler Perry sia stato più volte in cima alle classifiche cinematografiche USA con film come “Why did I get married” [Perchè mi sono sposato] e “For colored girls” [Per ragazze di colore], i suoi film non vengono mai proiettati nei cinema francesi ed escono soltanto in dvd. |
18 | আফ্রিকীয় অভিবাসীদের একটি ইতিবাচক বার্তা প্রদান করার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা কৃষ্ণাঙ্গ প্রযোজকদের সিনেমা প্রদর্শন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে ফরাসি সমাজ ভণ্ডের মতো আচরণ করে। | La società francese agisce in modo ipocrita quando rifiuta di mostrare film di produttori di colore che incassano milioni trasmettendo un messaggio positivo alla diaspora africana grazie ai loro film. |
19 | একইভাবে, লা স্ক্যান্দালিউজের মহিলা ব্লগারদের সম্মিলনের মতো অন্যান্য ফরাসি আফ্রো-ক্যারিবীয় নেটনাগরিকরা কিছু কিছু বিখ্যাত ফরাসি চলচ্চিত্রের পত্রিকা এবং ওয়েবসাইট প্রকাশ্যে যেভাবে সিনেমাটির এবং এর চরিত্রাভিনেতাদের অবমূল্যায়ন করেছে, তার জন্যে নিন্দা জ্ঞাপন করে [ফরাসী]: | Sulla stessa corda altri netizen francesi di origine afro-caraibica, come il collettivo delle blogger di La Scandaleuse che condannano [fr] alcune note pubblicazioni e siti web francesi che si occupano di cinema per avere apertamente sottovalutato il film e il relativo cast: |
20 | কীভাবে আসলে কৃষ্ণাঙ্গপ্রধান একটি চলচ্চিত্র বক্স-অফিসের নেতৃত্ব দেয় সেটা প্রিমিয়ারে, এফআর (Première.fr) বুঝতে পারে না! | Première.fr non riesce a capire come un film con un cast di soli attori di colore possa arrivare in cima al box office. |
21 | যেহেতু তারা কোন অভিনেতাদেরই চিনেন না, তাই তারা লিখতে সাহস করেন যে ‘এই কমেডির কাহিনীটি প্রচলিত এবং এতে কোন বিখ্যাত অভিনেতা (যাদের মধ্যে সর্বাধিক পরিচিত গায়ক ক্রিস ব্রাউন) নেই।' | E anche se non conoscono nessuno degli attori, osano scrivere “questa commedia ha una trama non originale e nessun attore famoso (il cantante Chris Brown è il più famoso del cast)”. |
22 | পাঠকরা কী সব অভিনেতাদের জন্যে ফিল্মোগ্রাফি তৈরী করে? | Dovremmo forse fornire noi le filmografie degli attori? |
23 | না এটা আপনাদের কাজ! | No, è il vostro lavoro! |
24 | লা স্ক্যান্দালিউজ অনুসারে, বিশ্ববিখ্যাত এসব আফ্রিকীয়-মার্কিন অভিনেতাদের সম্পর্কেও জ্ঞানের এই অভাব একটি ফরাসি প্রবণতারই প্রতিধ্বনি তোলে: | Questa mancanza di informazioni sugli attori afroamericani, anche quando sono famosi nel resto del mondo, riecheggia, secondo il sito La Scandaleuse, una tendenza francese: |
25 | হয়তো ফ্রান্সের মতো দেশে যেখানে কৃষ্ণাঙ্গ অভিনেতারা কদাচিতই কোনো চলচ্চিত্রে অভিনয় করে সেখানে “মানুষের মতো চিন্তা করুন” এর বিশাল সাফল্য বুঝতে পারা খুবই বিস্ময়কর! | |
26 | না অভিনেতা-অভিনেত্রীরা না পরিচালক কেউই চলচ্চিত্রটিকে কেবল আফ্রিকীয়-মার্কিন হিসেবে উপস্থাপন করেনি। এটি একটি সার্বজনীন চলচ্চিত্র, যা চার্টগুলোর মাধ্যমে এর সাফল্যের ব্যাখ্যা দেয়!। | Forse, in un paese come la Francia, dove gli attori di colore appaiono raramente sullo schermo, risulta difficile capire il grande successo di “Think like a man”, un film che non è presentato come esclusivamente afroamericano nè dagli attori nè dal regista. |
27 | আফ্রিকীয় অভিবাসীভিত্তিক আফ্রিক. | E' un film universale, il che spiega il suo successo nelle classifiche! |
28 | কম (Afrik.com) আরো যোগ করে এর ভার বাড়ায় [ফরাসী]: প্রিমিয়েরে. | Afrik.com, sito che si occupa di tematiche della diaspora africana aggiunge [fr]: |
29 | এফআর প্রকাশিত নিবন্ধটিতে একেবারে স্পষ্টভাবেই গবেষণার একটি অভাব রয়েছে। তবে সর্বোপরি অন্যান্যগুলোর মতো কৃষ্ণাঙ্গপ্রধান অভিনেতা-অভিনেত্রীসমৃদ্ধ চলচ্চিত্র অথবা এর সম্ভাব্য সাফল্য নিয়ে ফরাসি চলচ্চিত্র শিল্পের ব্যবসা করতে না চাওয়ার আরো একটি উদাহরণ। | L'articolo pubblicato su Première.fr soffre sicuramente di scarsa informazione ed è un esempio, tra tanti altri, del rifiuto espresso dall'industria cinematografica francese di sfruttare quei film il cui cast è completamente costituito da attori di colore e il loro potenziale successo. |
30 | ফরাসি বা মার্কিন যাই হোক না কেন, এ'ধরনের' চলচ্চিত্রকে আটকে দেয়ার জন্যে তারা ফরাসি প্রেক্ষাগৃহগুলোর দেয়া একটি ঝুঁকিহীন আর্থিক যুক্তির আড়ালে লুকাতে চায়। | Preferiscono invece nascondersi dietro una giustificazione finanziaria irrazionale per tenere questo “tipo” di film fuori dai cinema francesi. |