# | ben | ita |
---|
1 | সিঙ্গাপুরের তেল দুর্ঘটনা | Singapore: 2.000 tonnellate di greggio in mare e sulla costa dopo collisione tra navi-cisterna |
2 | ফেসবুকে ছবিটি দিয়েছেন জোসেফ চুন | Foto di Joseph Chun su Facebook |
3 | মে মাসের শেষের দিকে সিঙাপুর স্ট্রেইটে একটি মালয়েশিয়ান তেলবাহী জাহাজের সাথে একটি মালবাহী জাহাজের ধাক্কা লাগার পর ২,০০০ টন তেল সাগরে পরে গিয়েছিলো। | La settimana scorsa una petroliera con bandiera malese è entrata in collisione [en, come tutti i link successivi] con una nave cargo nello Stretto di Singapore, provocando il versamento in mare di circa 2.000 tonnellate di petrolio greggio. |
4 | এই তেল বিপর্যয়ের ফলে সিঙ্গাপুরের সামুদ্রিক প্রাণীগুলোর অনেক ক্ষতি হয়েছে। | La macchia di petrolio ha provocato profondi effetti negativi sulla vita marina lungo le zone costiere di Singapore. |
5 | সিঙাপুর পূর্ব চাঙ্গি তেল দুর্ঘটনা নামে একটি ফেসবুক পাতা তৈরী করা হয়েছে - যেটির মাধ্যমে এই দুর্ঘটনার হিসেব ও তথ্য সংগ্রহ রাখা হবে এবং এটি সেচ্ছাসেবীদের একত্র করবে তেলের স্তর পরিষ্কার করার জন্য। | È stata subito creata una pagina su Facebook, Singapore Changi East Oil Spill, per monitorare e documentare il disastro e richiedere l'opera di volontari per gli interventi di pulizia. |
6 | লিম উই লিং তার ফেসবুকের স্ট্যাটাসে নীচের কথাগুলো লিখেছেন যেখানে তিনি সাক্ষী হয়ে দেখেছেন সিঙাপুরের এক সমুদ্র সৈকতের বিপর্যয়। | Lim Wei Ling pubblica questo aggiornamento sulla situazione nella sua pagina di Facebook, riferendo la diretta testimonianza riguardo una delle spiagge di Singapore interessata dall'inquinamento: |
7 | গতকাল তানাহ মেরাহতে আমার বন্ধুর সাথে ছিলাম। | Ieri sono stata a Tanah Merah con un amico. |
8 | বিপর্যয়ের স্থানটি বেশ বিস্তৃত। | L'area colpita è effettivamente estremamente vasta. |
9 | কিছু তেলে ফোঁটায় ফোঁটায় ডুবে গেছে এবং সেটি এখন ঘুরছে সমুদ্রের তলায়। | Inoltre, alcune chiazze di petrolio sono già affondate e vanno spargendosi sul fondo marino. |
10 | সামুদ্রিক প্রাণীগুলো অচেতন হয়ে পড়েছিলো জলে অক্সিজেনের অভাবে। | Le creature marine dell'area sembravano in letargo a causa della mancanza di ossigeno nell'acqua. |
11 | মৃত ও সংগ্রামী কিছু প্রাণীও দেখা যায়…দুঃখজনক। | C'erano anche animali morti o agonizzanti… che tristezza. |
12 | তবে আমরা কিছু তারা মাছ দেখেছি… তারা মনে হয় ভালোভাবে নিজেদের রক্ষা করতে পেরেছে =) | Abbiamo visto tuttavia moltissimi carici striscianti, sembrano cavarsela meglio :) |
13 | মিউজিং ফ্রম লায়ন সিটি মনে করেছিলো যে “অস্বাভাবিক গন্ধটি” সিঙ্গাপুরের কোনো বন্য আগুনের থেকে হয়েছে। | Musings from the Lion City pensava che lo “strano odore” che si sentiva a Singapore la settimana scorsa provenisse da un incendio boschivo: |
14 | গতকাল দুপুর ১টায় আমি কিছু একটা অস্বাভাবিক গন্ধ পাই। | Ieri, più o meno all'una del pomeriggio, ho avvertito un odore strano. |
15 | গন্ধটি শুকনো রঙ বা কিছু একটা পোড়ানোর মত লেগেছিল। | Sembrava un misto di vernice che si asciugava e puzza di bruciato. |
16 | গতকাল অনেক গরমের কারণে আমি মনে করেছিলাম সেটা কোন বন্য আগুন থেকে আসছিল। | Ieri è stata una giornata torrida, quindi ho pensato che si trattasse di un incendio in qualche parte della foresta. |
17 | আমাদের ব্যস্ত নৌপথ এবং সকল জাহাজ ডক করা অর্থনৈতিক মন্দার কারণে, আমি আশঙ্কা করছি এই ধরনের গন্ধের শেষ এবারেই নাও হতে পারে। | Considerato il gran traffico della navigazione e le navi attraccate nei porti per via del ridotto flusso economico, temo che non sarà l'ultima volta che mi capiterà di sentire quest'odore. |
18 | ওয়াইল্ড শোরস অফ সিঙ্গাপুর নেটিজেনদের অনুরোধ করে সিঙ্গাপুরের সকল প্রাণীগুলোর তথ্য পাঠানোর জন্যে। | Wild Shores of Singapore chiede ai netizen di documentare la vita marina minacciata a Singapore: |
19 | আমাদের সমুদ্র তটে এই তেল দুর্ঘটনার পর সমুদ্রের প্রাণীর বিপর্যয়ের পর আমি একটি গভীর সাহায্য হীন রাগ দেখেছি সবার মাঝে। | Provo una sensazione di profondo sdegno e impotenza davanti a questa fuoriuscita di petrolio che colpisce la vita marina delle nostre coste. |
20 | আমি এইমাত্র জানতে পারলাম যে এই দুর্ঘটনা চেক জাউয়াতেও গিয়েছে, সাথে সাথে চাঙ্গির সমুদ্রতটেও যেটি কারপার্ক ৬ ও ৭-এর মধ্যে। | Ho appena sentito che la marea nera ha colpito Chek Jawa e anche la spiaggia di Changi, tra Carpark 6 e Carpark 7. |
21 | এটি অসম্ভব সকল প্রাণীকে বাঁচানো। | È impossibile salvare tutte le creature dell'area. |
22 | একজন সমুদ্র-প্রেমীর এ ক্ষেত্রে কি করা উচিৎ? | Pur volendo, cosa si può fare in questa situazione? |
23 | এটি দেখে খুশি লাগছে যে প্রচুর পরিমানের সেচ্ছাসেবক এখানে কিছু করতে চায়। | È stupendo però vedere tanti volontari correre in aiuto. |
24 | কিছু সামুদ্রিক ‘প্রাণীকে' পরিষ্কার করা অসম্ভব তাদের না চাপ দিয়ে। | Ma è quasi impossibile “pulire” gli animali marini senza provocare loro altri danni. |
25 | এবং একবার যখন তেল তাদের ফুসফুসে আটকায়, প্রাণীগুলো প্রায় শেষ হয়ে যায় যদিও তাদের বাইরের তেল পরিষ্কার করা সম্ভব। | Inoltre, anche dopo l'eliminazione dei grumi di petrolio, sono forse destinati a morire, anche se il petrolio è stato pulito esternamente. |
26 | এবং আমরা যদি ‘পরিষ্কার' করতে চাই সামুদ্রিক প্রাণীদের, তাহলে আমাদের সমুদ্রের জল ব্যবহার করতে হবে। | E se vogliamo “ripulire” la vita marina, dobbiamo servirci dell'acqua di mare. |
27 | সবচেয়ে সুন্দর ও মনোরম সামুদ্রিক প্রাণীদের (হার্ড কোরাল, সি এনেমোন, সি ফেন) পরিষ্কার করা অসম্ভব অথবা তাদের স্থান পরিবর্তন করাও। | È impossibile effettuare in modo rapido il lavaggio e il trasferimento delle creature marine più belle e delicate, come i coralli duri, gli anemoni di mare o le gorgonie a ventaglio. |
28 | কিছু প্রাণী যেগুলো আপাতদৃষ্টে মনে হয় না ‘বাঁচার' যোগ্য (যেমন কেঁচো), অথচ এরা সমুদ্রের ইকোসিস্টেমের প্রধান প্রাণী, যারা খাবার চক্রের প্রধান শক্তিটি তৈরী করে। | Alcuni animali che non sembrano degni di “essere salvati” (come i vermi) di fatto costituiscono elementi importanti dell'ecosistema costiero, essendo la base della catena alimentare. |
29 | তাহলে সমুদ্র-প্রেমীদের কি করা উচিৎ? | Allora cosa deve fare chi ama la costa? |
30 | আমার মতে, আমাদের সকল তথ্য যোগাড় করতে হবে। | Secondo me, dobbiamo documentare al meglio quanto sta accadendo. |
31 | আমাদের শুধু দৃশ্যমান সামুদ্রিক প্রাণীদের ক্ষতি দেখলে চলবে না, দেখতে হবে আমাদের সমুদ্রের অস্বাভাবিক বৈচিত্র্যগুলোকেও (কেচো থেকে মাছ, কোরাল থেকে সামুদ্রিক ঘাস) এবং কি করে এই দুর্ঘটনা মানুষদের মধ্যে প্রভাব ফেলছে। | Evidenziando non solo lo sconvolgimento e la morte della vita marina, ma anche la stupefacente biodiversità delle nostre coste (dai vermi ai pesci, dai coralli alle alghe) e agli effetti che subiscono a causa di questo disastro. |
32 | কালারফুল ক্লাউডস মৃত সামুদ্রিক প্রাণীর ছবি তুলেছে যেগুলো সমুদ্র পাড়ে ভুগছিল। | Colourful Clouds ha scattato immagini di creature marine morte nelle zone litoranee colpite: |
33 | আমরা সমুদ্রের পাড়ে পৌঁছলাম যখন, দেখলাম সেখানে তীব্র গ্যাসের গন্ধ। | Quando siamo arrivati sulla costa, l'aria era satura di emissioni pungenti di gas. |
34 | আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। | Si faceva un po' fatica a respirare. |
35 | আমি গিয়েছিলাম একটি মাস্ক নিয়ে ও তোয়ালে দিয়ে আমার শরীরটাকে বাঁধি। | Mi ero premunito con una maschera e l'ho avvolta con un pezzo di asciugamano. |
36 | সেটা অনেক ভালো হয়েছিলো কিন্তু এখনো কিছুটা ধোয়ার গন্ধ আমার কাছে আসে! | Andava assai meglio, ma respiravo ancora quei fumi! |
37 | উঁচু সমুদ্র পাড়ে, আমরা তেলের প্রসারণ দেখতে পাই। | Su certe spiagge si vedono tracce delle macchie oleose nella sabbia. |
38 | আহ্….. কষ্ট লেগেছে অনেকগুলো পশু-পাখিকে মৃত দেখে! | Che angoscia… spezza il cuore vedere tante creature marine morte! |
39 | আশা করছি তেল দুর্ঘটনা পরিষ্কার হয়ে যাবে এবং সমুদ্রের প্রাণীগুলো আবার ফিরে আসতে পারবে! | Speriamo sia possibile eliminare quanto prima il petrolio versato, in modo che le coste possano riprendersi! |
40 | কেসিকে জানিয়েছে যে তেল সিঙ্গাপুরের পাড়গুলো পর্যন্ত দেখা গিয়েছে: | KCK riferisce che il fango oleoso ha raggiunto le coste di Singapore: |
41 | তেল দুর্ঘটনা আমাদের সমুদ্র পাড়গুলোকেও ধরেছে যদিও আগে জানান হয়েছে তেল বাষ্প হয়ে যাবে, ভূমিতে আসার আগেই। | Il greggio ha evidentemente colpito le nostre coste, nonostante le prime dichiarazioni secondo cui avrebbe potuto evaporare prima di raggiungere terra. |
42 | বলা হয়েছিলো যে এটি হালকা অপরিশোধিত তেল, তাই বাষ্প অনেক সহজেই হতে পারবে। | Si diceva che trattandosi di petrolio grezzo leggero, la macchia avrebbe potuto facilmente evaporare. |
43 | দুর্ঘটনার ছবিগুলো পাওয়া যাবে ফেসবুকে, ইল_মেয়ার৭৭-এর ফ্লিকার পাতায়, ওয়াইল্ড শোর-এ, এবং মানতামোলাতে। | Le immagini del disastro sono reperibili su Facebook, nella pagina su Flickr di il_mare77, su Wild Shores, e su Mantamola. |
44 | সিঙ্গাপুর স্ট্রেইটে তেল বিস্ফোরণের দুর্ঘটনা আগেও ঘটেছে ১৯৯৭, ২০০০ ও ২০০৪ সালে। | Nello Stretto di Singapore, si sono verificati disastri dovuti a fuoriuscite di petrolio già nel 1997, nel 2000 e nel 2004. |
45 | মনে হয় সমুদ্রের কর্মকর্তাদের উত্তর দিতে হবে সিঙ্গাপুর লাইফ এন্ড টাইমস-এর প্রশ্নগুলোকে | Forse le autorità marine dovrebbero rispondere a Singapore Life and Times che chiede: |
46 | …যারা সমুদ্রের ট্রাফিক পরিচালনা করে তারা কি করছিলো, অথবা আরো প্রআসঙ্গিক প্রশ্ন, কিছুই কি করছিলো এই বিস্ফোরণকে রোধ করার জন্য? | …cosa stavano facendo gli addetti alla sorveglianza del traffico in mare o, più precisamente, cosa NON stavano facendo per evitare la collisione? |
47 | যারা এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারে থেকে প্লেইনগুলো পরিচালনা করেন, সেই রকম কাজই সমুদ্র বন্দরের কর্মকর্তাদের ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে। | Come i controllori di volo in aeroporto, chi gestisce i porti marini ha la stessa importante responsabilità di evitare che accadano simili episodi. |
48 | টুইটারে সিঙ্গাপুরের বসবাসকারীরা এই মতগুলো প্রকাশ করে: | Queste infine alcune reazioni su Twitter: |
49 | বিয়ারমেনডিডি: গিয়েছিলাম পূর্ব পাড়ের সমুদ্রসৈকত দেখার জন্য এবং সেখানটি পুরো তেলে ঢাকা.. | |
50 | ডেকিক: RT @এসটিকম অনেক কম লোকজন সমুদ্রে যাচ্ছে যদিও তারা অনেক লম্বা ছুটি পেয়েছে তেল দুর্ঘটনার কারণে। | |
51 | উয়াটসাপ৮০: একটি সুন্দর দিন সৈকতে, যেটি তেল দিয়ে পুরো.. আহ্ আর্থিএলিমেন্ট: জানতে ইচ্ছে করছে সেখানে কোনো সাম্প্রতিক হুমকি ছিলো কি না সেই সমুদ্র বাসিন্দাদের যেটি তেল বিস্ফোরণের কারণে তৈরী হয়েছে.. | beermanDD: Sono andato a vedere la spiaggia sulla costa orientale ed è coperta di greggio.. dekick: RT @stcom Nonostante il lungo weekend, sulla spiaggia poche persone, per via della fuoriuscita di petrolio watzzup80: Sarebbe stata una bella giornata per stare in spiaggia, purtroppo è coperta di petrolio… che tristezza earthyelement: mi chiedo se le recenti fuoriscite di petrolio rappresentino una minaccia per gli habitat marini… |
52 | ফেসবুক ছবি তুলেছেন হ্যাং চোং | Foto di Hang Chong su Facebook |