Sentence alignment for gv-ben-20100815-12365.xml (html) - gv-ita-20100817-23070.xml (html)

#benita
1ভেনেজুয়েলা: ব্লগের মাধ্যমে লোকশিল্প তুলে ধরাVenezuela: come promuovere l'arte popolare grazie ai blog
2ভেনেজুয়েলাতে লোকশিল্প বিভিন্ন সম্প্রদায়ের শৈল্পিক ভাবনার মৌলিক প্রকাশ যা মূলত: তাদের আশেপাশের সৌন্দর্যকে কেন্দ্র করে রচিত।In Venezuela l'arte popolare è una delle forme più genuine attraverso cui le comunità locali danno espressione al sentimento di bellezza nei confronti dell'ambiente in cui si trovano a vivere.
3আন্দেজ বিশ্ববিদ্যালয়ের শিল্পের ইতিহাসবিদ রিকার্ডো রুইজ লোকশিল্পকে পাঠক্রমের বা কোন নির্দিষ্ট কাঠামোর বাইরে হিসবে বলছেন এবং এগুলোকে বেশীরভাগ সময়ই “সরল” বা “গেঁয়ো” বলে অভিহিত করা হয় (পিডিএফ ফরম্যাটে)।Lo storico dell'arte Ricardo Ruíz dell'Università delle Ande [es, come gli altri link tranne ove diversamente indicato] definisce l'arte popolare come l'arte che sta al di fuori delle conferenze accademiche, un'arte che viene spesso considerata “naif” o “rurale”.
4সাধারণত: লোক সাহিত্যকে গ্রামীন সাহিত্য হিসেবে ধরা হয় এবং এর উদাহরণ হিসেবে অনেক ক্ষেত্রেই স্প্যানিশ সংস্কৃতি আগমনের পূর্বেকার শিল্পের উল্লেখ করা হয়। লোকশিল্পের অনানুষ্ঠানিকতার জন্যে একে অন্যান্য ধ্রুপদী শিল্প মাধ্যম থেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।Generalmente l'arte popolare viene in effetti definita come arte rurale, un' espressione propria del mondo della campagna, una forma d'arte che si è ispirata a creazioni artistiche del periodo pre-ispanico e, proprio per il suo carattere informale, è stata spesso considerata meno importante delle forme d'arte accademiche.
5তবে রুইজ মনে করেন যে লোকশিল্পের বিষয়বস্তু, বিশেষ করে ভেনেজুয়েলার লোকশিল্পকে বুঝতে হবে একটি প্রকাশ হিসেবে যা রুপান্তরিত হতে থাকে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে যায়।Ruíz ritiene però che il fenomeno, specialmente in Venezuela, dovrebbe essere interpretato come un'espressione che muta e si muove in molteplici direzioni che seguono il sentimento degli artisti nelle loro concezioni di bellezza, Storia, vita e morte.
6এই সম্প্রসারণ ঘটে যে দিকে শিল্পীরা তাদের জীবন, সৌন্দর্য, ইতিহাস ও মৃত্যুর প্রকাশকে দেখাতে চায়।Oggi, grazie a Internet, questa forma d'arte sta emergendo anche online, ricevendo un riscontro di pubblico del quale in precedenza altri artisti popolari non avevano potuto godere.
7এবং এখন এই শিল্প অনলাইনে তুলে ধরা হচ্ছে যা এমন সব শিল্পরসিকদের কাছে পৌঁছাচ্ছে যা পূর্বে সম্ভব হত না।
8লোকশিল্পী লুইস আকোস্তা একটি ব্লগ চালু করেছেন লোকশিল্পকে তুলে ধরতে এবং প্রকাশ করেছেন “শিল্পীর জন্যে একটি গাইড“।Uno di questi artisti, Luis Acosta, ha creato un blog dove ha pubblicato “Una guida agli artigiani” con il fine di promuovere altri creativi del suo genere.
9একজন শিল্পীর কাজের একটি উদাহরণ নীচের এই ভিডিওতে পাওয়া যাবে।Un esempio degli artisti presentati in questa guida si può vedere in questo video.
10আকস্তার বক্তব্য অনুসারে:Secondo Acosta:
11এই শিল্পীদের অধিকাংশেরই প্রযুক্তিগত সুবিধা নেই ইন্টারনেট ব্যবহার করে তাদের কাজের প্রচার করার .. (..}..La maggior parte (di questi artisti) non dispone delle risorse tecnologiche come Internet per farsi conoscere (…) Questa iniziativa è gratuita e indipendente e va avanti grazie al lavoro volontario…
12এই উদ্যোগ স্বাধীন এবং বিনামূল্যের এবং স্বেচ্ছাসেবী সহায়তা দ্বারা পরিচালিত।Un altro progetto nel quale Acosta e altri dieci artisti presentano i loro lavori online in forma di esibizione pubblica è Aravaney.
13আকস্তার আরেকটি প্রকল্পে দশজন শিল্পী একসাথে তাদের কাজ তুলে ধরছে অনলাইনে এবং আরাভানিতে একটি প্রদর্শনীর জন্যে।
14তাদের শিল্পকর্ম এই ভিডিওতে দেখা যাবে।Il gruppo si presenta nel video che segue:
15তার নিজের ব্লগে আকস্তা তার কাজ দেখাচ্ছে এবং তার সহশিল্পীদের ও তাদের কাজকেও তুলে ধরছে:Sul suo blog personale, Acosta espone le sue creazioni e promuove quelle dei suoi amici artisti e artigiani:
16১৯৮৪ সাল থেকে আমি নিজেকে নিবেদিত করেছি মাটির কাজ ও চিত্রশিল্পে, যখন আমি আমার জন্মভূমি কারাকাসে বাস করতাম।Mi dedico alla lavorazione dell'argilla e alla pittura dal 1984, quando vivevo a Caracas, la mia città natale.
17১৯৯৩ সাল থেকে আমি ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরে বাস করে আসছি।Dal 1993 vivo a Valencia (Venezuela).
18ভেনেজুয়েলার লোক ধার্মিকতা, ইতিহাসের বিভিন্ন চরিত্র ইত্যাদি আমার মৃৎ ও চিত্রশিল্প কাজের প্রেরণা ছিল। (..) এই পাতায় আমি আমার কাজ দেখাতে চাই এবং সাথে সাথে আমার দেশের ও বিশ্বের অন্যান্য লোকশিল্পীদের কাজও।In questi anni, l'immaginario venezuelano della devozione religiosa popolare, i caratteri tipici e le figure della nostra storia sono stati i motivi ispiratori dei miei dipinti e dei miei lavori con l'argilla (…) in queste pagine voglio mostrare queste creazioni e allo stesso tempo i lavori di altri creativi e artisti popolari del mio Paese e del resto del mondo.
19আমি আপনাদের চাঁদ এবং তারা দেব - ছবি লুইস আকস্তার, অনুমতিক্রমে ব্যবহৃত।Ti darò la luna e le stelle, di Luis Acosta; foto ripresa con autorizzazione
20কারাকাস থেকে এলগার রামিরেজও লোকশিল্পীদের এবং তাদের কাজকে ব্লগের মাধ্যমে পরিচিত করছেন।Anche Elgar Ramírez promuove da Caracas gli artisti popolari e i loro lavori attraverso i blog.
21তার ব্লগ আর্তেসেনিয়া অঁ তাপারাতে তিনি বিচি, কাঠ এবং লাউ দিয়ে শিল্পকর্ম তৈরি করা দেখাচ্ছে।Sul suo blog Artesanía en Tapara diffonde creazioni artistiche realizzate con semi, legno e zucche e definisce inoltre l'obiettivo del blog:
22রামিরেজ তার ব্লগের উদ্দেশ্য বর্ণনা করছেন।
23…সেইসব শিল্পীদের তুলে ধরা ও প্রচার করা যারা লাউ, বিচি আর কাঠ দিয়ে মৌলিক, একেক এবং উচ্চমানের শিল্পকর্ম তৈরি করেন..…promuovere e diffondere artigiani che creano pezzi unici, irripetibili e di eccellente qualità utilizzando zucche, semi e legno… E offrire la possibilità di contattarli direttamente.
24এবং তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়া।
25এই ফটো অ্যালবাম ইয়ারিজা মোলিনার শিল্পকর্ম দেখাচ্ছে যিনি আরাগুয়া প্রদেশের পাওলো নেগ্রো কমিউনিটিতে লাউয়ের খোলা নিয়ে কাজ করেন।Questo album di fotografie mostra i lavori di Yaritza Molina, che lavora le zucche nella comunità di Palo Negro nello Stato di Aragua.
26এই সব উদ্যোগের মাধ্যমে লোকশিল্প এমন সব স্থানে বিচরণ করছে যা আগে সম্ভব হত না।Grazie a queste iniziative, l'arte popolare sta percorrendo strade finora sconosciute.
27যেসব শিল্পকর্ম লোকের শৈল্পিক নান্দনিকতা প্রদর্শন করে সেগুলো এখন সারা বিশ্বের লোক দেখার সুযোগ পাচ্ছে এইসব প্রযুক্তিগত সুবিধার জন্যে। পূর্বে এইসব শিল্পকর্ম যেইসব স্থানে তৈরি হত, তার আশেপাশেই শুধু পরিচিত হত।Queste creazioni, che rivelano l'immaginazione estetica di questo popolo, erano finora accessibili solo a chi viveva in prossimità dei luoghi in cui queste forme di arte erano prodotte; ora, grazie alle nuove tecnologie, possono essere ammirate in tutto il mondo.
28গত কয়েক বছর ধরে প্রযুক্তির সহায়তায় শিল্প এই পরিস্থিতির পরিবর্তন করতে পেরেছে।Questi progetti di promozione artistica rappresentano uno dei tanti modi in cui arte e tecnologia stanno collaborando negli ultimi anni.
29এটা সম্ভব যে এই সব মাধ্যম এমন সব শিল্পকর্ম এবং শিল্পীদের চিন্তাভাবনাকে ছড়িয়ে দিতে পারবে যারা ভেনেজুয়েলার বাইরে কম পরিচিত কিন্তু তারা দেশের জীবন ও জ্ঞানের কথা বলে।È assai probabile che questi spazi si rivelino utili per la diffusione dell'arte e della visione di un ambiente poco noti, che narrano la vita e i saperi di un Venezuela ancora sconosciuto al di fuori dei suoi confini.