# | ben | ita |
---|
1 | বাংলাদেশে হিজড়া’রা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি পেল | Bangladesh: hijra riconosciute come un sesso separato |
2 | বাংলাদেশে এখন থেকে হিজড়াদের আলাদা লিঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। সরকার গত ১১ই নভেম্বর এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছে। | Essere hijra [en, come i link successivi salvo diversa indicazione], un'identità femminile dell'Asia del Sud che viene adottata da alcune persone nate maschi o intersex, sarà considerato una sessualità separata in Bangladesh, permettendo loro così di identificarsi come hijra nei documenti ufficiali, come i passaporti. |
3 | সম্প্রতি জার্মানীও তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির ফলে পাসপোর্টসহ সব ধরনের সরকারি নথিপত্রে ব্যক্তির লিঙ্গ পরিচয় হিসেবে ‘নারী' ও 'পুরুষের' পাশাপাশি ‘হিজড়া' হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকবে। | Il primo ministro del paese ha annunciato la decisione del governo l'11 novembre 2013, seguendo la scia della Germania, che ha dichiarato di voler iniziare a offrire un terzo sesso sui certificati di nascita. |
4 | বাংলাদেশে বর্তমানে ১০ হাজার হিজড়া বাস করে। | Al momento sono presenti almeno 10.000 hijra nel paese. |
5 | বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ ধরনের ব্যক্তিদের ‘নিচু' দৃষ্টিতে দেখা হয় বলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র- সব জায়গাতেই তাদের হতে হয় নিগৃহীত, অধিকারবঞ্চিত এবং তারা দল বেধে আলাদা থাকে। | Questa decisione rappresenta una vittoria in tutto lo stato per le hijra, un terzo sesso [it] che non si identifica né come maschio, né come femmina. Queste persone si sentono private dei loro diritti da parte delle famiglie e della società in generale: infatti sono forzate a vivere in comunità isolate. |
6 | বাংলাদেশের বেশ কিছু সংগঠন দীর্ঘদিন ধরে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন। | Quindi, le organizzazioni hijra, hanno richiesto il riconoscimento ufficiale del terzo sesso. Le hijra in un concorso di bellezza. |
7 | সুন্দরী প্রতিযোগিতায় হিজড়া'রা! | Fotografia di Mohammad asad. |
8 | ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। | Copyright: Demotix (18/11/2011) |
9 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/১১/২০১১) | Molti netizen hanno elogiato questa mossa. |
10 | নেটিজেনরা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়াটাকে সাধুবাদ জানিয়েছেন। | Hazrat Binoy Bhodroe (@hazratb9bhodroe [bn]) ha affermato su Twitter che la decisione del governo rappresenta un grande passo: |
11 | হযরত বিনয় ভদ্র (@hazratb9bhodroe) এটাকে একটি বড়ো অর্জন হিসেবে দেখছেন। | Le hijra ottengono il riconoscimento dello stato. |
12 | তিনি টুইট করেছেন: | È un grande risultato. |
13 | হিজড়াদের রাষ্ট্রের লৈঙ্গিক স্বীকৃতি বিরাট অর্জন, গো এহেড বাংলাদেশ | |
14 | - hazrat binoy bhodroe (@hazratb9bhodroe) November 11, 2013 | Continua così, Bangladesh :) |
15 | সাবরিনা হক (@sab918) মনে করে এটা লিঙ্গ বৈষম্য কমিয়ে আনবে: | Sabrina Haque (@sab918 [en]) spera che si tratti della fine della discriminazione sessuale: |
16 | খুব ভালো খবর! | Finalmente. |
17 | বাংলাদেশ লিঙ্গ সমতার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণের লিঙ্গ পরিচয় নির্ধারণ করেছে। | Il Bangladesh sta espandendo l'uguaglianza e la definizione di sesso per la sua popolazione. |
18 | স্মিতা গাইথ (@smitagaith) টুইট করেছেন: ওয়াও! | Smita Gaith (@smitagaith [en]) ha scritto su Twitter: |
19 | বেশ বড়ো স্বীকৃতি এটা! | Wow, è un grande passo! |
20 | রিটুইট @sepiamutiny: বাংলাদেশে হিজড়ারা এখন আইনত আলাদা লিঙ্গ। | L'hijra è legalmente un sesso separato nel Bangladesh. |
21 | ব্ল্যাক মাম্বা (@Snoozfest) বলেছেন: | Blaque Mamba (@Snoozfest [en]) ha dichiarato: |
22 | পশ্চিমারা চাইলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। | La civiltà occidentale dovrebbe prendere spunto dal Bangladesh. |
23 | বাংলাদেশে হিজড়ারা এখন আলাদা লিঙ্গ। | L'hijra è ora un sesso separato nel Bangladesh. |
24 | সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই, যেমন আইরিন সুলতানা (@ireen_sl): | ireen sultana (@ireen_sl [bn]) loda questo cambiamento: |
25 | একদম শেষ সময়ে হলেও এমন একটি পদক্ষেপকে চূড়ান্ত রূপ দেয়ার জন্য সরকারকে আন্তরিক সাধুবাদ। | |
26 | হিজড়াদের ‘লিঙ্গ… http://t.co/0SfYP9GEJT - ireen sultana (@ireen_sl) November 11, 2013 | Congratulazioni al governo per questa decisione presa all'ultimo momento (durante il suo mandato). |