# | ben | ita |
---|
1 | গিংগ্রিচের প্রতি আরব বিশ্ব: যদি প্যালেস্টাইনীরা বিশেষ ভাবে আবিস্কৃত কোন জাতি হয়, তাহলে আমেরিকানরা হল…… | Mondo Arabo e Newt Gingrich: “I Palestinesi sono un popolo ‘inventato'?!” |
2 | প্যালেস্টাইনীরা হচ্ছে এক “ইনভেনটেড” (উদ্ভাবিত) বা বিশেষ ভাবে তৈরি করা এমন এক জাতী, যারা ইজরায়েল নামক রাষ্ট্রের ধ্বংস চায়। | Il candidato alla nomina repubblicana per le presidenziali statunitensi del 2012 Newt Gingrich [it] sostiene che quello palestinese è un popolo “inventato”. |
3 | এই কথাগুলো উচ্চারণ করেছেন নিউট গিংগ্রিচ, যিনি এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে রিপাবলিকান দলের পদপ্রার্থী। | |
4 | একটি ইহুদি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই সব মন্তব্য করেন। তার এই মন্তব্য সারা আরব বিশ্বের নেট নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মন্তব্যকে এক বিচিত্র মন্তব্য হিসেবে বিবেচনা করছে। | Le sue dichiarazioni [en, come gli altri link, tranne ove espressamente indicato], rilasciate durante un'intervista con un canale televisivo ebraico, hanno scatenato la collera e la derisione da parte dei netizen in tutto il mondo arabo. |
5 | টুইটারে, সৌদি নাগরিক মোহসেন আল মোহসেন তাঁর প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন: | Il saudita Mohsen Al Mohsen replica su Twitter: |
6 | @মলমোহসেন: নিউট গিংগ্রিচ, প্যালেস্টাইনীরা হচ্ছে “উদ্ভাবিত” এক জাতি [আর সাদা আমেরিকানরা হচ্ছে যুক্তরাষ্ট্রে আদি বসতি স্থাপনকারী জাতিগোষ্ঠী] | @MolMoHsen: Newt Gingrich: I palestinesi sono un popolo ‘inventato' [e i bianchi americani sono i coloni originali degli Stati Uniti, certamente] |
7 | মিশরীয় নাগরিক জেইনোবিয়া তাঁর ব্লগ ইজিপশিয়ান ক্রনিকল-এ একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, ভদ্রমহিলা লিখেছেন: | L'egiziana Zeinobia, nel suo blog Egyptian Chronicles, condivide un punto di vista simile, scrivendo: |
8 | গিংগ্রিচের পরিমাপক এবং সংজ্ঞা অনুসারে বলতে গেলে বলতে হবে, আমেরিকার নাগরিকরা “উদ্ভাবিত” এক জাতি, আদতে যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল অভিবাসীর সন্তান। এরা ২০০ বছর আগে এখানে আসতে শুরু করে এবং সে সময় এই এলাকার অধিকারী এবং এখানে বাস করতে থাকা আদিবাসী ইন্ডিয়ানদের ভূমিতে বসবাস করতে শুরু করে!! | Secondo i canoni e la definizione di “popolo inventato” del rossiccio [Gringrich], anche gli americani possono definirsi tali, dopo tutto si tratta di un gruppo di immigrati arrivati da svariate parti del mondo per vivere in una terra abitata e di proprietà dei nativi indiani da almeno 200 anni !! |
9 | এভান হিল, আল জাজিরা ইংলিশ নামক টিভি চ্যানেলের অনলাইন পরিচালক, যে কাতারের দোহায় বাস করে, সে উল্লেখ করেছে: | Evan Hill, un produttore web di Al Jazeera in inglese, con sede a Doha, Qatar, scrive via Twitter: |
10 | @এভানচিল: আমি বিস্মিত, এখন গিংগ্রিচ হয়ত যুক্তি প্রদান করে যে ইরাকী, জর্দান, সিরিয়া এবং লেবাননের বাসিন্দারাও একই ভাবে “উদ্ভাবিত” নাগরিক। | @evanchill: mi chiedo se Gingrich sosterrebbe che gli iracheni, i giordani, i siriani e i libanesi siano analogamente solo popoli “inventati” |
11 | এবং এন্থনি পারমাল, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস করে, তিনি এই মন্তব্যের সাড়া দিয়েছেন: | E Anthony Permal, che vive a Dubai, negli Emirati Arabi Uniti, risponde: |
12 | @এন্থনিপারমাল : প্রিয় গিংগ্রিচ, আপনি বলছেন যে প্যালস্টাইনীরা হচ্ছে একটা অস্তিত্বহীন জাতি। | @anthonypermal: Caro Gingrich, tu dici che la #Palestina è abitata da un popolo inventato. |
13 | বেশ, তাহলে জেনে রাখুন, ১৯৪৮ সালের আগে ইজরায়েল-এর কোন অস্তিত্ব ছিল না। | Beh, nemmeno Israele esisteva prima del 1948. #justsaying |
14 | #জাস্টসেইং এদিকে মার্চ লিঞ্চ, যে কিনা কুয়েত ভ্রমণ করছে, সে কুয়েতের সংবাদপত্রের একটি প্রশ্ন তুলে ধরছে, যা আসলে সারা আরব বিশ্বের ক্ষমতার গলিতে এক অনিবার্য প্রশ্ন: | Nel frattempo, Marc Lynch, in viaggio in Kuwait, condivide un interrogativo della stampa kuwaitiana, interrogativo che possibilmente serpeggia nei corridoi del potere in tutto il mondo arabo. |
15 | @আবুয়ার্দভার্ক:কুয়েতের সংবাদপত্র সমূহের প্রথম প্রশ্ন, কেন আমরা যুক্তরাষ্টকে বিশ্বাস করব, যেখান গিংগ্রিচ, প্যালেস্টাইনীদের অস্তিত্বকে অস্বীকার করেছে। | @abuaardvark: Prima domanda dalla stampa kuwaitiana: come possiamo fidarci degli Stati Uniti se Gingrich rinnega l'identità palestinese? |
16 | প্যালেস্টাইনের সেলিন, রসিকতা করেছে: | E Selin, palestinese, ironizza: |
17 | @সেলিনটেলেক্ট: নিউট গিংগ্রিচের কি আদৌও কোন অস্তিত্ব আছে? | @Selintellect: Ma Gingrich esiste veramente? |
18 | আমি বোঝাতে চাইছি, তার হিসেব মতে প্যালেস্টাইনের অস্তিত্ব এক উদ্ভাবিত বিষয়, তার নাম শুনে মনে হচ্ছে, তাকে হ্যারি পটারের বই থেকে আবিস্কার করা হয়েছে….. | Cioè, secondo lui i palestinesi sono un popolo inventato. Il suo nome sembra un'invenzione da un libro di Harry Potter.. |
19 | নাসের আলী খাসাওয়ানেহ, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাস করে, সে আগেই এক ভবিষ্যদ্বাণী করে ফেলেছে: | Nasser Ali Khasawneh, che vive a Dubai, Emirati Arabi Uniti, prevede: |
20 | @নাসেরকে:যদি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল, নিউট গিংগ্রিচকে তাদের সেরা প্রার্থী হিসেবে উপস্থাপন করে, তাহলে কোন ধরনের প্রচারণা ছাড়াই নির্বাচনে ওবামার বিপুল বিজয় ঘটবে! ! | @Nasserak: Se Newt Gingrich è il meglio che il GOP (Grand Old Party) [it] ha da offrire, allora Obama otterrà una vittoria schiacciante senza neanche fare campagna elettorale! |
21 | প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের, ৫৭তম নির্বাচনটি আগামী ৬ নভেম্বর ২০১২ সালে অনুষ্ঠিত হবে। | Le 57esime elezioni presidenziali statunitensi si terranno il 6 novembre del 2012. |