# | ben | ita |
---|
1 | জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ায় যুদ্ধ | Georgia: torna la guerra in Ossezia del Sud |
2 | দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন | |
3 | জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নবাদীদের দ্বারা জর্জিয়ার গ্রামে বোমাবর্ষণের অভিযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষের পর ভীতি ছড়িয়ে পরেছে যে আবার দক্ষিণ ককেশাসে যুদ্ধ ছড়িয়ে পড়বে। | Dopo gli scontri e le accuse di bombardamenti dei villaggi della Georgia, nelle ultime ore, da parte dei separatisti nei territori indipendentisti della Ossezia del Sud, si teme nuovamente lo scoppio di ostilità belliche in questa volubile area del Caucaso meridionale. |
4 | প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার সেনারা রাজধানি তস্কিনভ্যালি ঘিরে রেখেছে এবং সবাই এখন দেখতে চাচ্ছে যে রাশিয়া নতুন এই অগ্রগতিতে কি প্রতিক্রিয়া দেখায়। | Dopo le notizie riportate dai media sulle truppe georgiane che hanno circondato la capitale, Chinvali, tutti gli occhi sono puntati sulle possibili reazioni della Russia a questi ultimi sviluppi. |
5 | আন্কেল_ভানিয়া ব্যাটেলফোরামসে লিখেছেন যে এটা (সত্যিকারের) যুদ্ধ : | Su BattleForums, Uncle_Vany sostiene che è iniziata un'altra guerra. |
6 | গতকাল মাত্র যুদ্ধ শুরু হয়েছে, জর্জিয়া বিশাল সেনা হামলা শুরু করেছে দক্ষিণ ওসেটিয়া দখলের জন্য, আর এ পর্যন্ত ১৫ জন বেসামরিক লোক মারা গেছে। | La guerra è cominciata ieri, la Georgia ha iniziato le operazioni militari di massa per invadere l'Ossezia del Sud, al momento si contano 15 vittime fra i civili. |
7 | দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তস্কিনভ্যালিকে জর্জিয়ার সেনারা ঘিরে রেখেছে আর জর্জিয়ার বিমানবাহিনী ক্রমাগত হামলা করছে। | Chinvali, capitale dell'Ossezia del Sud, è circondata dalle armate georgiane ed è stata pesantemente colpita dalle forze aeree georgiane. |
8 | মাত্র কয়েক মিনিট আগে রাশিয়ার শান্তিরক্ষীদের সদরদপ্তর জানিয়েছে যে রাশিয়ার শান্তিরক্ষীদের ব্যারাকে অস্ত্র হামলা হয়েছে আর অনেক মানুষ আহত হয়েছে। | Pochi minuti fa il Quartier Generale del Corpo di Pace russo stanziato nella regione riportava colpi d'artiglieria che ne avevano colpito le postazioni, provocando diversi feriti. |
9 | রাশিয়া যুদ্ধে যাচ্ছে, সেনা মোতায়েন এখনো হয়নি কিন্তু শান্তিরক্ষী আহত হওয়ার পর আমাদের আর কিছু করার নেই, রাশিয়া জর্জিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। | La Russia sta per entrare in guerra, non abbiamo ancora mobilitato le truppe ma con i feriti nel Corpo di Pace non abbiamo scelta, la Russia è di fatto in guerra con la Georgia. |
10 | রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়ার এসইউ-২৪ বিমান জর্জিয়ার কারেল শহরে বোমা ফেলেছে। শহরের প্রধান পুলিশভবন বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রানহানির কোন খবর আসে নি। | Il Ministero della Difesa georgiano riporta che uno stormo di aerei russi SU-24 ha bombardato la città georgiana di Karel, danneggiando gravemente l'edificio principale della polizia municipale, ma non ci sono ancora notizie su eventuali vittime. |
11 | আমি যেমন বলেছি, রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে উত্তর ওসেটিয়ার সীমান্তে জড়ো হতে শুরু করেছে এবং সংঘর্ষের কেন্দ্রস্থলে আজ কোন এক সময় অবস্থান নেবে। | Come dicevo, alcune settimane dopo che le forze russe si erano radunate al confine che divide l'Ossezia del Sud con quella del Nord, è probabile che in giornata si sposteranno verso l'area del conflitto. |
12 | এই অন্চলে অবস্থিত রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীকে জর্জিয়া সংঘাতের একটি পক্ষ মনে করে। এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে কারন দক্ষিণ ওসেটিয়ার অধিকাংশ জনগণেরই রাশিয়ার নাগরিকত্ব (পাসপোর্ট) রয়েছে। | La Georgia considera già le forze di pace russe presenti nel territorio coinvolte nel conflitto e la situazione è ulteriormente complicata dal fatto che molti osseziani del sud hanno passaporti russi. |
13 | অনেক প্রচার মাধ্যম জানাচ্ছে যে রাশিয়া জর্জিয়ার কেন্দ্রস্থলের নিশানায়ও আঘাত করছে। | Alcune fonti riportano che si presume che la Russia abbia colpito degli obiettivi all'interno della Georgia. |
14 | বি এন্ড সি গো টু জর্জিয়া ব্লগ (একজন পিস কর্পস স্বেচ্ছাসেবকের ব্লগ) ইতোমধ্যে জানিয়েছে যে এটি সত্যি হতে পারে: | B & C Go To Georgia, blog curato da un aderente ai Corpi di Pace, riporta alcuni indicazioni che confermerebbero la notizia. |
15 | ব্রেন্ডেন সকালে খাশুরির উদ্দেশ্যে রওনা হয়েছে প্রশিক্ষনার্থীদের একটি সেসনে যোগদান করতে.. কিন্তু আমি তিবলিসিতে থেকে গিয়েছি। | Brenden è partito questa mattina per Khashuri per una sessione di addestramento[…], mentre io sono rimasto a Tblisi. |
16 | তার আজ বিকেলে তিবলিসিতে ফেরার কথা ছিল। কিন্তু গোরি বার হবার পর তারা দেখল যে প্রধান রাস্তা উড়িয়ে দেয়া হয়েছে (আমার মনে হয় কোন ইংরেজী সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হয়নি)। | Doveva tornare a Tbilisi nel pomeriggio, ma poco dopo aver superato Gori, l'autostrada è saltata per aria (questa è una mia supposizione - non si sono ancora notizie dai media in inglese). […] |
17 | এসব প্রমাণ করে যে জর্জিয়ায় আমাদের অবস্থানকালে এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি। | Ciò detto, la situazione qui è la peggiore da quando siamo in Georgia. |
18 | এটি আমার নিজস্ব মতামত (পীস কর্পস বা আমেরিকান সরকারের নয়) যে পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধাবস্থায় রুপ নিতে পারে। | Questa è la mia personale opinione (non è l'opinione dei Corpi di Pace o del governo degli Stati Uniti), ma penso che ciò potrebbe portare a una guerra vera e propria. |
19 | এইড ওয়ার্কার ডেইলি একটি ভিডিও পোস্ট করেছে যার অপয়া শিরোণাম দিয়েছে “দক্ষিণ ওসেটিয়া - এটি যদি যুদ্ধ না হয় তাহলে কি আমি জানি না”। ওদিকে হরাইজনস আনলিমিটেড বিদেশী পর্যটকদের জর্জিয়া থেকে দুরে থাকতে বলেছে: | Aid Worker Daily ha diffuso un video intitolando appropriatamente il post “Ossezia del Sud - se questa non è guerra non so cosa sia”, mentre Horizons Unlimited informa i viaggiatori di stare lontani dalla Georgia. |
20 | জর্জিয়াতে এটি এখন ঘটছে…দেশের সেনাবাহিনী বিচ্ছিন্নতাকামী দুই প্রদেশের একটি দক্ষিণ ওসেটিয়াতে ঢুকে পরেছে .. এবং রাশিয়ানরা তাদের ‘সাথীদের' রক্ষার জন্যে বদ্ধপরিকর। | La situazione sta precipitando in Georgia… I militari georgiani hanno assaltato una delle due zone che chiedono l'indipendenza, l'Ossezia del Sud… e i Russi hanno giurato di difendere i loro “compatrioti”. |
21 | রাশিয়ার শান্তিরক্ষীবাহিনীরাও হতাহতদের মধ্যে রয়েছে। | Ci sono feriti nei Corpi di Pace russi. |
22 | রাষ্ট্রপতি মেদভেদেভ তার প্রতিরক্ষা কাউন্সিলকে ডেকেছেন, প্রধানমন্ত্রী পুতিন জোর গলায় বলেছেন রাশিয়া এর জবাব দেবে। | Il Presidente Medvedev ha convocato il consiglio di sicurezza, il Primo Ministro Putin ha promesso che ci sarà una risposta dalla Russia. |
23 | জর্জিয়ার রাষ্ট্রপতি সাকাসভিলি রিজার্ভ সৈন্যদের ডেকেছেন। | Il Presidente georgiano Saakashvili ha richiamato tutti i riservisti. |
24 | এই অঞ্চল থেকে দুরে থাকাই ভাল। | È sicuramente una zona da evitare. |
25 | নাখস্পিল অ্যাট পলেমার্কুস জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ায় এই যুদ্ধ নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, তবে এই ব্লগার নিশ্চিত না যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরিস্থিতিকে বাড়তে দেবে কি না: | Nachspiel at Polemarchus' [ru] sostiene che il conflitto nell'Ossezia del Sud è una prova per il Nuovo Ordine Mondiale, ma non sa fino a che punto Stati Uniti e Russia ne controlleranno gli sviluppi. |
26 | আমি এ সম্পর্কে, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ নই। | […] Non sono un esperto di questa situazione, e nemmeno di relazioni internazionali in genere. |
27 | কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে ঠান্ডা যুদ্ধের যে মৌখিক আস্ফালন, তার অনুপস্থিতি। | Ma devo notare una cosa: l'assenza della retorica del confronto tipica della guerra fredda. |
28 | বোঝা যাচ্ছে যে নেতারা নিজেরা এখনও মাঠে নামে নি, তাদের কুটনীতিকরাই যা বলার বলছে। | Bisogna ammetterlo, i pezzi grossi non hanno ancora cominciato a commentare, avendo lasciato la parola ai diplomatici. |
29 | কিন্তু এর মানে এটাও হতে পারে যে মস্কো আর ওয়াশিংটন একে একটি প্রধান আন্তর্জাতিক সংকটে পরিণত হতে দেবে না। | Ma ciò potrebbe anche significare che né Mosca né Washington sono preparati a far diventare questa una crisi internazionale di ampia portata. |
30 | এই যুদ্ধ কোল্ড ওয়ার পরবর্তী নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, কারন সংঘাতটি রাশিয়ার একেবারে দোরগোড়ায়। | Questo è un test del nuovo ordine mondiale dopo la Guerra Fredda, poiché i combattimenti sono alle porte della Russia. |
31 | আশা করছি নিও কনজারভেটিভ রবার্ট কাগানের কথায় নতুন ঠান্ডা যুদ্ধের এটিই শুরু না হয়। | Speriamo che questa non sia una prova della nuova guerra fredda come invece sostiene il neoconservatore Robert Kagan. |
32 | এবং উপযুক্ত তথ্যের অভাবে এখনও এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার সময় আসে নি। | È ancora troppo presto per fare previsioni, viste le scarse informazioni disponbili. |
33 | আমি ইউরোপীয়ান এবং আমেরিকার বিশ্লেষকদের আহ্বান করছি আমাদের জানাতে যে আমরা কি আশা করতে পারি। | Sto aspettando che si sveglino i commentatori europei ed americani per sapere cosa dobbiamo aspettarci. |
34 | গ্রাউল অ্যাজ এ হাউজকীপার (রুশ ভাষায়) তার পাঠকদের পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছে, এবং আরও জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ার বেশ কটি ওয়েবসাইট ইতোমধ্যে হ্যাক্ড হয়েছে অথবা তাদের ব্লক করা হয়েছে। | groul as a'housekeeper [ru] aggiorna i lettori sulla situazione, segnalando però la possibilità che numerosi siti web dell'Ossezia del Sud abbiano già subito intrusioni illegali o siano stati bloccati. |
35 | এই অঞ্চলে, যেখানে জিইয়ে রাখা সংঘাত এবং জাতিগত বিদ্বেষ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে, টু কাপস অফ টি ব্লগ এই উপসংহারে এসেছে যে “সুন্দর দক্ষিণ ওসেটিয়া অঞ্চল যুদ্ধে বিদ্ধস্ত হচ্ছে“। | Ma in una regione in cui conflitti senza sbocco e tensioni etniche minacciano la stabilità, forse l'ultima parola va lasciata a two cups of tea, secondo cui “la guerra sta uccidendo la bella Ossezia del Sud”. |
36 | যুদ্ধ আজ বিশ্বের একটি নতুন অঞ্চলে সম্প্রসারিত হল। | Oggi la guerra è diventata una nuova parte del nostro mondo. |
37 | যে কোন যুদ্ধেই সাধারণ নাগরিকদের বিয়োগান্ত পরিণতি ভোগ করতে হয়। | Come in tutte le guerre, ne vengono tragicamente colpite le vite di persone innocenti. |
38 | এই সংঘাতে জড়ানো পক্ষগুলোর কারও কাছেই এটি নতুন নয়। | Ciò non è certo una sorpresa per le parti coinvolte nel conflitto. |
39 | তবে এটি বেশ বেদনাদায়ক যে জর্জিয়া, রাশিয়া এবং দক্ষিণ ওসেটিয়া একটি শান্তিপূর্ণ সমাধানে আসতে পারল না।[ …] | È triste tuttavia che Georgia, Russia e Ossezia del Sud non possano raggiungere una soluzione pacifica. […] |
40 | আমরা শুধুই আশা এবং প্রার্থণা করতে পারি যে ওসেটিয়া ও জর্জিয়ার মানুষদের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে তাদের কথা শোনার ইচ্ছা প্রকাশ করলেই বেদনা এবং যুদ্ধের পরিণতি এড়ানো সম্ভব। | Possiamo solo sperare e pregare che la pace, la fratellanza e la volontà di ascoltare le popolazioni di Ossezia e Georgia, vincano sopra la sofferenza e la guerra. |
41 | পরবর্তীতে সাম্প্রতিক খবর এবং আরও বিস্তারিত জানানো হবে। | Ulteriori aggiornamenti saranno inseriti quanto prima. |