# | ben | ita |
---|
1 | স্পেন: ১২ই মে রাস্তায় নামার অনেক কারণ রয়েছে | Spagna: nuove proteste di piazza e discussioni online |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ ইউরোপের সঙ্কট-এর অংশ। ১৫ই মে স্পেনে ১৫এম-এর প্রথম বার্ষিকী স্মরণ করা হবে। | Il 15 maggio si celebra in Spagna il primo anniversario del movimento 15M (o movimento degli indignati). |
3 | সারাদেশ জুড়ে আগামী কয়েকদিন বিশাল সংখ্যক অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে। | Moltissimi gli eventi che sono stati organizzati in tutta la nazione per i prossimi giorni. |
4 | কিছু কিছু ইতোমধ্যে - পরিবর্তনের জন্যে কর্মরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিতর্ক (আলোচনা), সহযোগিতা এবং ভাগাভাগি করার একটি জায়গা তৈরী করার উদ্দেশ্যে বার্সেলোনার ফোরাম দেলস পোব্লেস [কাতালান] (জনগণের ফোরাম) অপরাহ্ন ৬টায় প্লাসা কাতালুনিয়া'তে - শুরু হয়ে গিয়েছে। | Alcuni sono già iniziati, come il Fòrum dels Pobles [cat] che si è aperto a Barcellona in Plaça Catalunya alle 18:00. L'obiettivo di questo forum è quello di creare uno spazio di dibattito, di collaborazione e di condivisione fra i vari collettivi che lavorano al cambiamento. |
5 | ১২ মে শনিবারে (১২এম) সারা স্পেনের অনেক শহরে বিক্ষোভ হতে পারে বলে আশা করা যাচ্ছে। | Sabato 12 maggio (12M), si prevedono molte proteste in varie città spagnole. |
6 | ডেমোক্রেসিয়া রিয়েল ইয়া [স্প্যানিশ] (প্রকৃত গণতন্ত্র এখনি) মঞ্চ এবং টোমালাপ্লাজা [স্প্যানিশ] (স্কোয়া্রে জায়গা নিন) পোর্টাল ভিডিও এবং চিত্রের মতো শুধুমাত্র স্থানীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলের কিছু কিছু উদ্যোগকে একসাথে করে: | La piattaforma Democracia Real Ya [es, come i link se non diversamente specificato] e il portale Tomalaplaza vanno raccogliendo alcune delle iniziative sia locali che globali, comprensive di video e immagini: |
7 | ১২ই মে রাস্তার দিকে যাওয়ার বিভিন্ন রকমের অনেক এবং একইধরনের নানা কারণ রয়েছে। ইন্টারনেটে স্পেনীয় টুইটারগুলো দুই দিন ধরে এই সব কারণকে উন্মোচিত করছে। | Le ragioni di queste nuove proteste sono tante e diverse, e molti cittadini ne discutono online. |
8 | বৃহস্পতিবারে #ইয়োভয়১২এম (আমি ১২এমে যাচ্ছি) এবং শুক্রবারে #এলাপ্লাজা (স্কোয়ার অভিমূখে) চালু হওয়া হ্যাশট্যাগ স্পেন ছাড়াও সারা বিশ্বে বহুল আলোচিত বিষয়ে (টপট্রেন্ডে) পরিণত হয়েছে। | L'hashtag #YoVoy12M (vado al 12M), lanciato giovedì e #ALaPlaza (alla piazza), sono rapidamente divenuti “Trending Topics” in Spagna e nel mondo mondo. |
9 | @মান্তেপেলি টুইটগুলোর একটি গল্প বলাকে [স্প্যানিশ] সংকলন করছেন। | @mantaypeli sta mettendo insieme la Storify [es] dei tweet. |
10 | আমাদের জন্যে (এরকম) আরো কয়েকটি রয়েছে: | Eccone alcuni: |
11 | আর @Nনোফওয়েরr : #ইয়োভয়১২এম: সার্বিক গণতন্ত্রের অন্বেষায়। | @Nofwer: #YoVoy12M: Alla ricerca di una democrazia totale. |
12 | এবং এরকম ফাঁকি চলবে না। | E non per finta. |
13 | আলদানা৭২ @Aআলদানা৭২ : #এম১২#১২এম১৫এম: আমাদের ভবিষ্যতের জন্যে। | @Aldana72: #M12 #12m15m: Per il nostro futuro. |
14 | আমাদের মর্যাদার জন্যে। | Per la nostra dignità. |
15 | আমাদের যেতে হবে। | Dobbiamo andare. |
16 | এল তুনেল দেল ভিয়েন্তো @কিউএমবিএক্স : #ইয়োভয়১২এম: কারণ এটিই শ্রেষ্ঠ পথ যেটা ধরে আমরা একসঙ্গে হাঁটতে পারি। | @qmbx: #YoVoy12M: perché è la strada migliore che possiamo percorrere insieme. #15M è sentirsi indignato. |
17 | | #12M è sentirsi venduto. |
18 | পাবলো বার্বাতো @পাবলোস্কিবার্বাতো #ইয়োভয়১২এম: কারণ আমরা একথা বললে সন্ত্রাসী হয়ে যাব না যে কেবল ৪ বছর পরপর ভোট দেয়া বা ভোট দিতে যাওয়ার চেয়ে জীবনে আরো বেশি কিছু রয়েছে | #12M15M è la risposta. @pabloskybarbato: #YoVoy12M: perché non bisogna essere terroristi per dire c'è qualcosa di più in questa vita che andare a votare ogni 4 anni. |
19 | পাবলো বার্বাতো @পাবলোস্কিবার্বাতো #ইয়োভয়১২এম: কারণ আমি বিশ্বাস করি যে প্রতিষ্ঠান এবং ভক্স পোপুলি (জনমতের) বিতর্কই আমাদের এর বাইরে, অন্য কোন পরিস্থিতিতে যাওয়া্ একমাত্র উপায়। | @pabloskybarbato: #YoVoy12M: perché credo che il dibattito della vox populi sia l'unico modo per uscira da questa situazione e da qualunque altra. |
20 | কার্লোস গুতিয়েরেজ @কার্লোস৬০৫৪৮৬৫৪৫ : #ইয়োভয়১২এম: আমি রাজনীতিবিদদের কখনো সংকটে পড়তে দেখিনি। | @carlos605486545: #YoVoy12M: Non ho ancora visto un politico in crisi. |
21 | হুলিয়া পার্দো দোমিঙ্গো @হূলিয়া০২২: কারণ আমি তারা যা করার ধারে কাছেও যাবে না আমাদেরকে তাদের এরকম প্রতিশ্রুতি দেয়া দেখে দেখে অসুস্থ। | @juulia022: Perché sono stanca che ci promettano cose che non arriveranno mai a fare. |
22 | জে. কা্লোস ফার্ণান্দেজ @জেসি৩৬এলজে : #ইয়োভয়১২এম: শিক্ষার জন্যে (যাব) কারণ এটা স্বাস্থ্যকর এবং আমার পছন্দের। | @Jc36Lj: #YoVoy12M: perché è istruttivo, perché è sano e mi piace. |
23 | জুল্ক @জুল্কফিউশন : #ইয়োভয়১২এম: আশার সঙ্গে বিশ্বাসের ইচ্ছা পোষণ করি… “কেন?” জিজ্ঞেস করার মতো এখনো কেউ আছেন | @julkfusion: #YoVoy12M: con speranza e desiderio di credere…c'è ancora qualcuno che chiede perché? |
24 | আন্দ্রেস পোর্তিলা @আন্দ্রেগায়ামোর : #yইয়োভয়১২এম: কারণ আমরা আমাদের অন্তরে লালন করি যে নতুন একটি বিশ্ব জন্ম নিতে যাচ্ছে। | @andergayamor: #yovoy12m: Perché portiamo nei nostri cuori un nuovo mondo che sta per nascere. |
25 | না আছে কোনো শিক্ষা, কোনো স্বাস্থ্য পরিষেবা, কোন গৃহায়ণ, বা কোন নাগরিক মুক্তি। | @LauraIpunto1: Niente istruzione, servizio sanitario, alloggio, salvaguardia del cittadino. |
26 | স্পেনবাসী, গণতন্ত্রের মৃত্যু হয়েছে। | Spagnoli, la democrazia è morta!!! #AlaPlaza12M |
27 | আয়োফ্লাউতাস @আয়োফ্লাউতাস : #এলাপ্লাজা১২এম: সূর্যালোক এবং ১৩-১৪ অথবা বিতর্কগুলোর মধ্যে এরকম ডোমিনো খেলা উপভোগ করার জন্যে। | @iaioflautas: #Alaplaza12M: Per godersi il sole e le 13 0 14 partite di domino tra un dibattito e l'altro. |
28 | আন্তোনিও পার্দো @আপার্দো #এলাপ্লাজা১২এম: কারণ এটা কোন সংকট নয়, এটা একটা প্রতারণা। | @apardo: #aLaPlAzA12m: perché non è una crisi, è una truffa. |
29 | ভি দে ভাইপেরিনো @গোরিয়াতো: গতবছর ১৫-এমে আমরা আমাদের রাজনীতিবিদ একটি চরমপত্র দিয়েছিলাম। | @gorriato: L'anno scorso, con #15M abbiamo dato ai politici un ultimatum. |
30 | উন্নতি তো দূরের কথা, সবকিছু আরো খারাপ হয়েছে। | Invece di migliorare, le cose sono peggiorate. #AlaPlaza12M #12M15M |
31 | এঞ্জেল @এ_কাস: সরকার যদি তার নাগরিকদের দেখাশোনা না করে, নাগরিকরা তাদের নিজেদের দেখাশোনা করবে। | @A_Cas: Se il governo non si occupa dei cittadini, saranno i cittadini a occuparsi di se stessi. #AlaPlaza12M |