Sentence alignment for gv-ben-20100109-8484.xml (html) - gv-ita-20100109-12336.xml (html)

#benita
1দক্ষিণ এশিয়া: ২০০৯ সালের ঘটনাবলি ফিরে দেখাAsia meridionale: retrospettiva del 2009 (prima parte)
2২০০৯ সাল বিদায় নিয়েছে এবং এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন ঘটনাবলিকে ফিরে দেখার সময় এসেছে।Ora che il 2009 se n'è andato, andiamo a vedere cos'ha portato nella regione Sud-asiatica.
3দুই খণ্ডের এই পর্যালোচনায় আমরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে সমস্ত প্রধান ঘটনা ঘটেছিল সেই সবকিছু বিষয়ের উপর আবার নজর দেব।In questa panoramica (divisa in due parti) rivedremo alcuni dei maggiori eventi avvenuti quest'anno in vari Paesi dell'Asia meridionale tramite le testimonianze dei cittadini-reporter.
4এইসব সংবাদ অত্র অঞ্চলের নাগরিক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।Un ringraziamento speciale va agli autori di Global Voices di quest'area per il lavoro svolto nel corso dell'anno.
5এর জন্য গ্লোবাল ভয়েসেস-এর দক্ষিণ এশিয়া বিষয়ক লেখকদের অন্তর্দৃষ্টি এবং তাদের সারা বছরের কঠোর পরিশ্রমকে ধন্যবাদ।Il 2009 è stato alquanto duro per l'Asia meridionale, perchè la recessione globale ha colpito anche i residenti locali.
6এই বছরটি দক্ষিণ এশিয়া অঞ্চলের লোকদের জন্য ছিল কঠিন এক বছর, কারণ বিশ্ব অর্থনৈতিক মন্দায় এই অঞ্চলের লোকেরাও আক্রান্ত হয়েছিল।Questa popolosa regione conta molti lavoratori migranti verso il Medio oriente e di altri Paesi del mondo.
7জনসংখ্যাবহুল এই অঞ্চলের আয়ের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্য অঞ্চলে গিয়ে কাজ করা অভিবাসী শ্রমিকদের মাধ্যমে।Parecchi di questi lavoratori migranti sono tornati nelle proprie terre [in] per via di licenziamenti e minori opportunità.
8এ বছর আমরা দেখতে পেয়েছি যে অনেক অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছে কারণ তারা হয় তাদের চাকুরি হারিয়েছে, নতুবা দেখতে পেয়েছে সে সব দেশে আর কাজের সুযোগ নেই।
9বিদ্যুৎ ছিল এই সমস্ত অঞ্চলের অনেক দেশের প্রধান সমস্যা, যার ফলে অনেক দেশেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল এবং এই সমস্ত দেশ প্রায়শ অন্ধকারে ডুবে থেকেছে।
10যদিও বাংলা ব্লগের ইতিহাস তুলনামূলক ভাবে সংক্ষিপ্ত, তবে এই ভাষার ব্লগাররা এক মাইলফলক অর্জন করেছে।E l'ambito energetico ha prodotto grande preoccupazione perchè svariati Paesi devono far fronte a scarsità di corrente e continui blackout [in].
11এ বছর বাংলাভাষী ব্লগারদের লেখা ৫০ টি বই প্রকাশিত হয়েছে একুশে বইমেলাকে উদ্দেশ্য করে।Nonostante l'esistenza di blog in lingua Bangla sia relativamente recente, i blogger sono già divenuti una pietra miliare.
12আমরা প্রকাশ করেছি আরেকটি কৌতুহলজনক পোস্ট যাতে বিদেশী ব্লগারদের চোখে বাংলাদেশকে দেখা হয়েছে।Quest'anno circa 50 libri sono stati pubblicati da blogger [in] nel corso dellaFiera del libro di Ekushey [in] a febbraio.
13২৫ ফেব্রুয়ারির সকালবেলা সংবাদ পাওয়া যায় যে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনী) -এর সদর দপ্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে।
14গুজব এবং প্রচার মাধ্যমের মনোযোগের মাঝখানে সিটিজেন সাংবাদিকরা এই ঘটনার তাজা সংবাদ সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে এবং তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে।
15সাতমসজিদ সড়ক, ৭/এ-এর সামনে এ্যাক এ্যাক কামান বসানো হয়েছে। ছবি দৃষ্টিপাতের সৌজন্যে এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Va inoltre segnalato quest'interessante post in cui si guarda al Bangladesh attraverso gli occhi di alcuni blogger espatriati [in].
16এই বিদ্রোহ বেদনাদায়ক ভাবে শেষ হয়। বিদ্রোহ শেষে জানা যায়, এই ঘটনায় ১৪৮ জনের মত ব্যক্তি মারা গেছে বা নিখোঁজ রয়েছে, এদের মধ্যে অনেক সামরিক কর্মকর্তা ছিল।La mattina del 25 febbraio è giunta la notizia dell'ammutinamento in corso all'interno della sede principale dei Bangladesh Rifles (BDR - forze paramilitari di sicurezza al confine).
17এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করে, যার উত্তর পাওয়া যায়নি। মার্চ মাসে ইউটিউব এবং ফাইল শেয়ারিং সাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়।Tra le voci infondate e l'attenzione dei grandi media, i cittadini-reporter ne hanno rilanciato gli sviluppi [in] e fornito prospettive importanti.
18এর উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সাথে উত্তেজিত সামরিক কর্মকর্তাদের কথোপকথনের যে অডিও বা শ্রবণযোগ্য অংশ বাজারে ছড়িয়ে পড়ে যেন তা ছড়িয়ে না পরে।L'ammutinamento [in] si è poi concluso tragicamente, con 148 tra morti e scomparsi, tra cui diversi ufficiali militari, lasciando molte domande senza risposta [it].
19বিদ্রোহের পর প্রধানমন্ত্রী যখন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান তখন তারা বিডিআর বিদ্রোহে গণহারে সামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হবার ঘটনায় প্রতিবাদ জানায়। বাংলাদেশ ও ভারতের নেটিজেনরা প্রস্তাবিত টিপাইমুখী বাঁধ নির্মাণের ফলে প্রকৃতিতে যে বিরুপ প্রভাব সৃষ্টি হবে সেটি বিশ্লেষণ করেছে।A marzo i siti di YouTube e altri di file-sharing sono stati brevemente oscurati in Bangladesh [in] nel tentativo di bloccare una registrazione contenente l'audio di un incontro tra il Primo Ministro e gli ufficiali militari risentiti che protestavano per il massacro dei militari durante l'ammutinamento delle BDR.
20(বাংলাদেশের সীমান্ত এলাকার কাছেই অবস্থিত) ভারতের টিপাইমুখী বাঁধ নির্মাণ স্থানীয় জনগোষ্ঠীর জন্য এক বিপর্যয় বয়ে আনবে।Netizen di India e Bangladesh si sono assunti il compito di analizzare l'impatto negativo sull'ambiente [it] del progetto Tipaimukh Hydroelectric proposto in India (al confine con il Bangladesh) e i gravi problemi provocherà ai locali.
21বাঁধ নির্মাণের প্রতিবাদে অনলাইনে এক প্রচারণা চালু করা হয়েছিল।Sono state lanciate delle campagne online per protestare contro la costruzione della diga.
22ব্লগাররা টিপাইমুখী বাঁধ নির্মাণ নিয়ে দু'টি দেশের মধ্যে আলোচনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং এর গোপন আলোচ্যসূচী নিয়ে নিজেরা আলোচনা করেছে।I blogger hanno messo in dubbio la trasparenza del processo dei negoziati [in] tra i due governi riguardo Tipaimukh e ne hanno discusso i piani nascosti.
23নভেম্বরে বাংলাদেশের চীনা দুতাবাস ঢাকার স্থানীয় কর্তৃপক্ষকে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে।A novembre le pressioni dall'ambasciata cinese hanno spinto le autorità locali a chiudere una mostra fotografica sul Tibet a Dhaka [in].
24ভুটান কি?Cos'è il Bhutan?
25এক দল ভুটানকে স্বর্গের কাছের এক অংশ বলে গৌরবান্বিত করে, আবার অন্যরা দাবি করে যে দেশটি নেপালী লোটসাম্পা সংখ্যালঘু সম্প্রদায়কে বিতাড়িত করে জাতিগত শুদ্ধাভিযান চালাচ্ছে।Alcuni lo considerano qualcosa di vicino al paradiso, mentre altri ritengano stia praticando una pulizia etnica cacciando le minoranze Lhotsampa originarie del Nepal.
26আমাদের নতুন ভুটানী লেখক সোনাম অঙ্গমা ভুটানের নাগিরক মিডিয়াকে তুলে ধরে সত্যানুসন্ধানের চেষ্টা করেছেন।Il nostro nuovo autore Bhutanese Sonam Ongmo ha messo in evidenza i citizen media [in] al lavoro per scoprire la verità.
27ভুটানের প্রাকৃতিক দৃশ্য।Paesaggio del Bhutan.
28ছবি ফ্লিকার ব্যবহারকারী জেমহুলট-এর সৌজন্যে পাওয়া।Immagine dall'utente di Flickr Jmhullot, usata con licenza Creative Commons.
29ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে।Il concetto di Felicità Interna Lorda è stato originariamente coniato in Bhutan nel 1972.
30প্রকৃতপক্ষে ১৯৭২ সালে ভুটানে প্রথম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস [জিএনএইচ] বা সামষ্টিক সুখের ধারণার জন্মলাভ করে।Tuttavia, i blogger locali condividono opinioni sul fatto che il concetto sembri essere preso più seriamente altrove ma non in Bhutan [it].
31তবে ভুটানী ব্লগারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জানাচ্ছে কি ভাবে এই ধারণা বর্তামেন ভুটান ছাড়া অন্যসব দেশে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
32নির্বাচন:Elezioni:
33এ বছর ভারতের ১৫ তম লোক সভা (সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক প্রচারণা শুরু হবার সময় থেকে সিটিজেন সাংবাদিকরা এ কাজের সাথে জড়িয়ে ছিলেন।Quest'anno ha segnato le 15esime elezioni del Lok Sabha (parlamento indiano) e i citizen journalist si sono mostrati all'altezza del compito fin dall'inizio della campagna elettorale.
34বেশ কৌতূহলজনকভাবে প্রধান রাজনৈতিক দলগুলো এই প্রখমবারের মত বিভিন্ন অনলাইন প্রচারণা ব্যবহার করে এবং ব্লগাররা এইসব প্রচারণার ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায় (বিজেপি, আইএনসি)
35কংগ্রেসের নির্বাচনী প্রচারণার স্ক্রীনশট বিনোদন পূর্ণ ব্লগ বলিউডের ফ্রেমে দেখা যাচ্ছে। এই নির্বাচনকে বলা যেতে পারে ভারতের প্রথম ডিজিটাল নির্বাচন।Fatto ancora più interessante, i maggiori partiti politici hanno utilizzato per la prima volta diverse campagne online e i blogger hanno variamente reagito a tali campagne (si veda qui [in] e qui [in]).
36ভারতের নির্বাচনের উপর গ্লোবাল ভয়েসেস বিশেষ সংবাদ প্রকাশ করে।Inserzione di candidati al Parlamento su Bollywood Frames, noto blog d'intrattenimento.
37এইসব প্রচারণা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করা হয়।Questa è stata anzi la prima elezione digitale [in] dell'India.
38যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারা নির্মিত সামাজিক সচেতনতামূলক প্রচারণার এবং কি ভাবে ভারতে নাগরিক সমাজের দলগুলো ভোটার নিবন্ধিকরণ ও স্বচ্ছ প্রচারণা জন্য ডিজিটাল উপাদানকে ব্যবহার করছে, সে সব বিষয় বিশ্লেষণ করা হয়। ব্লগাররা এই নির্বাচনের ফলাফল সম্বন্ধে ভবিষ্যৎ বাণী এবং জনমত বিশ্লেষণ করেছে।Lo speciale sulle elezioni indiane [in] di Global Voices ha presentato le diverse angolazioni delle campagne elettorali, tra cui l'analisi dell'impatto delle campagne sociali [in] e l'utilizzo da parte di vari gruppi della società civile di strumenti digitali per la registrazione degli elettori e per assicurare la trasparenza nella corsa elettorale [in].
39এই নির্বাচনে সেলিব্রেটি বা তারকারা কি ধরনের প্রভাব রেখেছে তার উপরও তারা বিশ্লেষণ করেছে। নির্বাচনে রাজনীতিবীদদের কালো টাকার উৎস নিয়েও তারা তদন্ত করেছে।I blogger hanno svolto un ruolo importante con previsioni e analisi dei sondaggi d'opinione [in] e interventi sul potere delle celebrità nell'infuenzare le elezioni [in], oltre ad aver indagato sulle piste di denaro sporco dei politici [in].
40এই বার অন্যকিছুর বাইরে আমরা দেখতে পেয়েছি, সিটিজেন বা নাগরিক দ্বারা- পরিচালিত নির্বাচন পর্যবেক্ষণ- নির্বাচনের ফলাফল, উসাহিদি ইঞ্জিনের ভিত্তিতে ওয়েবে ভোটের সংবাদ লাভ এবং অনলাইন নির্বাচনী সাইটের প্রাচুর্য।Durante questo periodo abbiamo assistito all'avvento del monitoraggio delle elezioni tenuto dai cittadini (Vote Report India) [in], basato sulla piattaforma open source Ushahidi e su una serie di specifiche risorse online [in].
41এই সমস্ত উপাদানে সজ্জিত হয়ে সিটিজেন সাংবাদিকরা মাসব্যাপী সময় ধরে চলা এই নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং নির্বাচনের পরে তারা কম ভোট পড়া ও নির্বাচন নিয়ে চলা প্রচারণার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে।Grazie a tutti questi strumenti, il lungo mese elettorale è stato seguito assai da vicino dai cittadini-giornalisti [in], i quali dopo certi sondaggi hanno riflettuto sul minor numero di elettori [in] e l'efficacia delle varie campagne.
42যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, তখন দেখা যায় যে ভোটাররা পরিবর্তনের বিপক্ষে ভোট প্রদান করেছে।Una volta dichiarati i risultati ufficiali, è emerso il fatto che gli elettori avevano votato per il non-cambiamento [it].
43ভারতীয় টুইটারস্ফেয়ারে উচ্চকণ্ঠে-এর উন্নয়ন ও ফলাফল প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়।Anche la Twitter-sfera indiana ha dato ampio spazio [in] alle reazioni sugli sviluppi dei risultati.
44অনলাইন প্রচারণা:Campagne online:
45এ বছর ভারতে সফলতার সাথে বিভিন্ন সামাজিক বিষয়ে অনলাইন প্রচারণা আরম্ভ করা হয়।Quest'anno si sono avute anche campagne online di successo su svariate questioni sociali.
46বছরের শুরুতে অনেক ভারতীয় এই সংবাদে বিরক্ত হয় যে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের মাঙ্গালোরে একদল তরুণীকে একটি শুড়িখানায় হিন্দু পরিষদের সদস্যরা আক্রমণ করে।A inizio anno molti indiani sono rimasti colpiti dalla notizia di un gruppo di giovani donne a Mangalore, nello stato meridionale del Karnataka, attaccate da vigilanti Hindu in un pub [in].
47এই ঘটনার জের ধরে শীঘ্রই ফেসবুকে একটি দল অনলাইন প্রচারণার উদ্যোগ নেয়।
48তারা চটপটে, সাহসী এক পরিকল্পনা তৈরি করে। দলটি রাম সেনা দলের কর্মীদের কাছে ভ্যালেন্টাইন বা ভালবাসা দিবস উপলক্ষে মেয়েদের পরিধেয় গোলাপি রঙের জাঙ্গিয়া পাঠায়।Presto è emersa la campagna online centrata su un gruppo Facebook che ha pianificato l'impertinente e audace mossa di recapitare mutande rosa da donna al partito di Ram Sena come ‘regalo di San Valentino' [in].
49এই শান্তিপূর্ণ প্রতিবাদের নাম দেওয়া হয়েছিল ছিল ‘পিঙ্ক চাড্ডি” (গোলাপি রঙের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া) প্রচারণা।Questa protesta non violenta è stata chiamata la campagna Pink Chaddi (intimo rosa). Il video di cui sopra mostra una pila di mutandine e le lettere d'amore inviate ai vigilanti Hindu.
50উপরের ভিডিও প্রদর্শন করছে স্তুপ করা মহিলাদের নিম্নাঙ্গের অর্ন্তবাস বা জাঙ্গিয়া এবং হিন্দু পরিষদকে পাঠানো প্রেমপত্রের দৃশ্য।
51এই বছর প্রথম টেডইন্ডিয়া নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে ব্লগারদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।Il 2009 ha visto anche lo svolgimento del primo evento TEDIndia, e i blogger si sono entusiasmati non poco.
52এই অনুষ্ঠানকে ঘিরে তাদের কর্মকান্ড সম্বন্ধে পড়ুন।Ecco una panoramica sul ruolo da loro svolto nell'evento [in].
53অন্যান্য উল্লেখযোগ্য অনলাইন প্রচারণার মধ্য ছিল সবেচেয়ে সেরা গাড়ি চালনা চ্যালেঞ্জ এবং গাছের চারা প্রকল্প নামক প্রচারণা।
54মানবাধিকার এবং বাক স্বাধীনতা: চৈতন্য কুন্টে এক ভারতীয় ব্লগার।Altre notevoli campagne online sono state la la grande sfida di guida [in] e il Progetto Sapling [it].
55বর্তমানে সে নেদারল্যান্ডে বাস করে।Diritti umani e libertà d'espressione:
56এক মহিলা টিভি সংবাদিকের সমালোচনা করায় তাকে আইনগত ভাবে চুপ করিয়ে দেবার হুমকি প্রদান করা হয়।
57কুন্টে অভিযোগ করেছিলেন এই সাংবাদিক মুম্বাই-এর সন্ত্রাসী হামলার সময় তার সংবাদে উত্তেজনা ছাড়ানোর কাজ করছিল। ভারতের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল শিব সেনা।Chyetanya Kunte, blogger indiano residente nei Paesi Bassi, è stato messo a tacere da minacce legali [in] per aver criticato un reporter TV che era ricorso al sensazionalismo nell'informare sull'attentato terrorista di Mumbai.
58তারা ১৯ বছরের এক ভারতীয় নেটিজেনের উপর মামলা করে। এই নেটিজেন এক সোশাল নেটওয়ার্ক সাইটে শিব সেনার সমালোচনা করেছিল।Shiv Shena, un partito politico di estrema destra ha fatto causa [in] ad un netizen di 19 anni che aveva criticato Shiv Sena su un sito di social network.
59ভারতের অঙ্গরাজ্য মনিপুরে এক উত্তেজনা দেখা দেয়, যখন এক ছবিতে আবিষ্কার হয় ২৭ বছরের এক নিরস্ত্র যুবককে ঘেরাও অবস্থায় পুলিশ গুলি করা হত্যা করেছে।Lo stato indiano di Manipur è andato in caos dopo che sono emerse immagini di un ragazzo di 27 anni disarmato ucciso dalla polizia.
60রাজ্যে এবং প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করায় সিটিজেন সাংবাদিকরা তাদের সমালোচনা করে।I cittadini-giornalisti hanno criticato [in] le autorità e i media per aver ignorato l'episodio.
61অন্যদিকে একটি ঘটনায় ভারতে মানবাধিকারে জয় হয়েছে।
62ভারতীয় আদালত পুরুষ সমকামীতা কোন অপরাধ নয় বলে ঘোষণা করেছে। একজন ব্লগার রায় প্রদানের এই দিনটিকে ভারতের স্বাধীনতার ইতিহাসের অন্যতম এক দিন বলে ঘোষণা দিয়েছে।D'altra parte si è avuto il trionfo dei diritti umani quandouna corte indiana ha depenalizzato le relazioni omosessuali [in] e un blogger lo ha definito il giorno più importante nella storia dell'India indipendente.
63সংস্কৃতি ও ধর্ম:Cultura e Religione:
64ভারত ভিত্তিক এক ব্রিটিশ ছবি স্লামডগ মিলিনিয়ার। এই ছবিটি নিয়ে ভারতীয় ব্লগে গুঞ্জন দেখা দেয়, যখন তা গোল্ডেন গ্লোব এবং অস্কার প্রতিযোগিতায় দশটি বিভাগে মনোনয়ন লাভ করে।Slumdog Millionaire, film britannico basato in India ha suscitato grande interesse tra i blogger indiani [it] per aver vinto quattro Golden Globe e dieci nomination all'Oscar.
65যে ভাবে এই ছবিতে ভারতীয় বস্তির দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তা বিদেশীদের আকর্ষণ করার জন্য করা হয়েছে বলে এই ছবি নিয়ে ভারতে বিতর্ক ছড়িয়ে পড়ে।Il film ha provocato dibattiti [in] sul quadro fornito della vita nei quartieri poveri indiani e sull'attrazione esercitata sugli stranieri.
66তবে এই বিতর্ক চলচ্চিত্রটির জন্য অস্কারের সেরা চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরষ্কার জেতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।Ma ciò non ha poi impedito alla pellicola di far piazza pulita di Oscar, vincendone 8 [it].
67এখানে দুর্গাপুজা এবং এর আচারকে ব্যাখ্যা করে একটি তথ্যমূলক পোস্ট রয়েছে।Segnaliamo infine un post che ha informato sul Durga Puja e gli annessi rituali [in]:
68দেবী দুর্গাকে আগামী বছরে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানানো হচ্ছে।Salutare la dea Durga fino al prossimo anno.
69ছবি অপর্না রায়Foto di Aparna Ray.
70এর পরবর্তী খণ্ডে মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার ঘটনাবলির দিকে নজর দেওয়া হবে।Nella seconda parte di questa panoramica, rivedremo l'anno alle Maldive, in Nepal, Pakistan e Sri Lanka.
71দয়া করা আমাদের সাথে থাকুন।Restate sintonizzati!