Sentence alignment for gv-ben-20130618-36952.xml (html) - gv-ita-20130621-81267.xml (html)

#benita
1বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিসIndia: il servizio telegrammi va in pensione dopo 160 anni di attività
2ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিস। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিযোগাযোগ সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এই সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে।La compagnia statale indiana di telecomunicazioni Bharat Sanchar Nigam Limited (BSNL), ha annunciato l'interruzione del suo servizio telegrammi [en, come tutti i link successivi], attivo da ben 160 anni.
3যদিও এখনো প্রতিদিন হাজার হাজার টেলিগ্রাম পাঠানো হয়ে থাকে। কিন্তু সরকারকে এই খাতে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে।Nonostante ogni giorno si registrino ancora migliaia di telegrammi spediti e ricevuti, la compagnia deve affrontare grosse perdite di capitale.
4লোকসান কমাতে গতবছরই টেলিগ্রাম চার্জ পুনর্মূল্যায়ন করা হয়েছিল। তবে তা যথেষ্ট ছিল না।Il servizio era già stato ridotto lo scorso anno, ma questa misura non era bastata ad ammortizzare le perdite.
5ভারতের টেলিগ্রাম সার্ভিস ছিল বিশ্বের সর্বশেষ সবচেয়ে বৃহত্তম টেলিগ্রাম সার্ভিস।Il servizio, che è l'ultimo nel mondo ad operare su larga scala, chiuderà i battenti il prossimo 15 luglio.
6আগামী ১৫ জুলাই ২০১৩ তারিখে এটি বন্ধ হয়ে যাবে। ভারতে টেলিগ্রাম সার্ভিসের ইতিহাস বেশ পুরোনো।La storia del telegramma in India risale al 1850, quando il primo messaggio fu inviato da Calcutta, (oggi Kolkata), a Diamond Harbour, a 50 km di distanza.
7১৮৫০ সালে এই সার্ভিস চালু হয়েছিল। আর প্রথম টেলিগ্রাম পাঠানো হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবারে।Il blogger e giornalista Shivam VJ descrive il declino del servizio di telegrammi:
8দুটি জায়গার মধ্যে দূরত্ব ছিল ৫০ কিলোমিটার। সরকারি এই সেবার পতনের কারণ সম্পর্কে বিস্তারিত বলেছেন ব্লগার এবং সাংবাদিক শিভাম ভিজে:Nel 1985 il servizio toccò il suo apice, con 60 milioni di telegrammi spediti e ricevuti all'anno, in 45.000 uffici in tutta l'India.
9১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি যখন সর্বোচ্চ শিখরে অবস্থান করছে, সেই বছরে তারা ভারতের ৪৫ হাজার অফিসের মাধ্যমে ৬০ মিলিয়ন টেলিগ্রাম আদান-প্রদান করেছিল।
10আজ তাদের সর্বসাকুল্যে অফিস সংখ্যা ৭৫টি। সেগুলোর অবস্থান আবার ভারতের ৬৭১টি শহরজুড়ে।Oggi restano solo 75 uffici, anche se sono ancora presenti in tutti i 671 distretti del Paese.
11একদা এই শিল্পে যেখানে ১২ হাজার ৫০০ কর্মী নিয়োজিত ছিলেন, এখন সেখানে কাজ করছেন ৯৯৮ জন কর্মী।Un'industria che impiegava 12.500 persone, ora dà lavoro soltanto a 988 dipendenti.
12ভারতের একটি টেলিগ্রাফের রিসিট যেখানে ১৯০০-১৯০৪ সালের কাছাকাছি সময় নির্দেশ করে।Ricevute di telegrammi indiani, circa 1900-1904.
13ছবি নেয়া হয়েছে উইকিমিডিয়া কমন্সের পাবলিক ডোমেইন থেকে।Immagine di dominio pubblico via Wikimedia Commons.
14ভবিষ্যতে এই শিল্প নিষ্প্রভ হয়ে যাবে, তা পাঁচ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্লগার ও সাংবাদিক সিডিন ভাডুকুট।
15নতুন প্রযুক্তি এসে টেলিগ্রামকে বাহুল্য করে দিবে এবং সার্ভিসটি ধুঁকে ধুঁকে মারা যাবে।Già cinque anni fa il blogger e giornalista Sidin Vadukut prevedeva sul quotidiano finanziario Live Mint il declino del servizio.
16সোশ্যাল মিডিয়ায় অনেকেই টেলিগ্রামের সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করেছেন।Del resto la diffusione di nuove e più veloci tecnologie di comunicazione lasciava presagire la fine del telegramma.
17আশা পেরিনচেরি, তার ব্লগের সেই সোনালি ইতিহাসের কথা স্মরণ করে লিখেছেন:Sui social network sono molti i ricordi condivisi legati alla lunga storia del telegramma.
18এমনকি ১৯৮৩ সালে আমার যখন বিয়ে হয়, স্পষ্ট মনে আছে খুব কাছের একজনের কাছ থেকে একমাত্র টেলিগ্রামটি পেয়েছিলাম।
19সে আমাকে শুভেচ্ছা জানিয়ে আসতে না পারার কথা জানিয়েছিল।Asha Perinchery scrive sul suo blog:
20মিশেল নামের একজন মোবাইল মার্কেটিং ওয়াচে দাবি করেছেন, এসএমএস এবং মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে টেলিগ্রামের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।Per il mio matrimonio, nel 1983, ricordo di aver ricevuto gli auguri via telegramma da quanti non potevano essere presenti.
21৯০০,০০০ জনের বেশি ভারতীয়ের নিজস্ব মোবাইল ফোন রয়েছে।
22এবং ১২০ মিলিয়ন ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন। মিডিয়া কোম্পানি এমএক্সএম ইন্ডিয়া লিখেছেন:Michael afferma sul sito Mobile Marketing Watch, che sono i cellulari e gli SMS ad aver ucciso il telegramma.
23প্রযুক্তির অগ্রগতিতে আমরা বিভিন্ন টিএস-এর মৃত্যু দেখেছি। প্রথমটা ছিল ট্র্যাঙ্ক কল।Più di 900.000 indiani possiedono dei cellulari, e 120 milioni di persone hanno accesso ad internet.
24এরপরে টেলেক্স এবং টেলিপ্রিন্টার।La compagnia di comunicazione MXM India scrive:
25আর এখন দেখলাম টেলিগ্রাফ। টেলিগ্রাম বন্ধ হওয়ায় ঘোষণায় টুইটারে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।I progressi della tecnologia hanno segnato le tappe della scomparsa di vari mezzi di comunicazione: prima la chiamata interurbana, poi il telex e la telescrivente, ed ora il telegramma.
26টুইটার ব্যবহারকারী টিকে (@TeeKay_Inc) লিখেছেন:Altre reazioni arrivano da Twitter. L'utente @TeeKay_Inc commenta:
27@TeeKay_Inc: একটা যুগোর সমাপ্তি।@TeeKay_Inc: La fine di un'era.
28থামো।Stop.
29ভারত টেলিগ্রামকে ছেঁটে ফেললো।L'India cancella il telegramma.
30বন্ধ করো।Stop.
31হিন্দুস্তান টাইমসের সাংবাদিক মাধবন নারায়ণ (@madversity) স্মার্টফোন এবং টেলিগ্রামের খরচের মধ্যেকার বিপরীত চিত্র তুলে ধরে লিখেছেন:Madhavan Narayan, giornalista dell' Hindustan Times (@madversity), confronta i costi dei telegrammi con quelli dei moderni smartphone:
32@madversity:১৯৬০/৭০ সালে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে দু'শব্দের টেলিগ্রাম পাঠাতে খরচ হতো ১০ রূপী।@madversity: Negli anni '60 e '70 un telegramma di due parole dal nord al sud dell'India costava 10 rupie.
33আর এখন আমরা ভিডিও কল করি প্রায় বিনাপয়সায়।Ora è possibile videochiamare in tempo reale quasi gratuitamente.
34প্রযুক্তিবিদ মানসআরএম (@ManasRM) এই সার্ভিসের প্রশংসা করে লিখেছেন:Il tecnico ManasRM (@ManasRM), tuttavia, loda nostalgicamente il servizio:
35@ManasRM: শান্তিতে থাকো ভারতীয় পোস্ট টেলিগ্রাম সার্ভিস- বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার দিনগুলোতে তুমি আমার কাছে কতইনা ভালো-মন্দ খবর পৌছে দিতে।@ManasRM: Servizio telegrammi delle posta indiana R.I.P. - portatore di buone e cattive notizie nei miei giorni da studente.
36সারাবিশ্বের টেলিগ্রাম সার্ভিসের বর্তমান কী অবস্থা, তা এখানে দেখুন।Qui si trovano informazioni sullo status attuale dei diversi servizi di telegrammi nel mondo.