# | ben | ita |
---|
1 | মরোক্কো: ওয়েবসাইট এবং সংবাদপত্র | Siti web e giornali in Marocco |
2 | সারা বিশ্ব ডিজিটাল প্রযুক্তিকে বরণ করে নিচ্ছে। | |
3 | অনেক সংবাদপত্রই এখন ডিজিটাল চ্যালেন্জ মোকাবেলায় তাদের সংবাদপত্রকে অনলাইনে প্রকাশ করছে। | Via via che il mondo diventa sempre più digitale, molti giornali si stanno adeguando, rendendo disponibili le proprie pagine online. |
4 | আরব বিশ্বও এর ব্যতিক্রম নয়। | Fenomeno in crescita anche nel mondo Arabo. |
5 | তবে মরোক্কোর ব্লগার এম এস জিউইজ তার ব্লগের এক লেখায় তার দেশের নামকরা এক সংবাদপত্রের ওয়েবসাইটের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। | Tuttavia il blogger marocchino M S Hjiouij [Ar] si rammarica, nel seguente post, del basso livello di qualità offerto dal sito di un popolare quotidiano. |
6 | তিনি বলছেন: | Eccone uno stralcio: |
7 | আল মাসা'র ওয়েবসাইটে ঢোকার জন্যে আমি কয়েক ঘন্টা যাবৎ চেষ্টা করছি। | Se volessi parlare della situazione di Internet in Marocco, non la finirei più. |
8 | মরোক্কোতে এই পত্রিকাকেই সবচেয়ে জনপ্রিয় হিসেবে ধরা হয়। | Qualcuno saprà della mia propensione a concentrarmi sui bicchieri mezzi vuoti. |
9 | | Per questa volta mi limiterò ad un paragrafo: Ho provato per ore ad accedere al sito internet del giornale Al Massa, considerato il giornale più popolare del Marocco. |
10 | আমি তা পড়তে পারি নি। | Mi è andata male. |
11 | এই সাইটটিকে একটি ময়লা ফেলার স্থান হিসেবে ভ্রম হয়। | Il sito sembrava una discarica. |
12 | এরকম পরিস্থিতি অন্য ছোট পত্রিকার হলে হয়ত ক্ষমা করা যেত কারন তাদের সাংবাদিকরাও হয়ত পত্রিকাটি পড়ে না। | Possiamo accettare il fatto che i siti di altri giornali, che non vengono letti nemmeno dai giornalisti che ci lavorano, siano di bassa qualità e inaccessibili. |
13 | কিন্তু সর্বাধিক পাঠক সংখ্যা যে পত্রিকার তার এরকম কারিগরী ত্রুটি মানা যায় না। তার পরে কি তামাশা! | Ma è inaccettabile che il quotidiano più diffuso e con il maggior fatturato abbia un sito internet afflitto ripetutamente da problemi tecnici. |
14 | এই পত্রিকার অনলাইন পাঠকের সংখ্যা নাকি পূর্বের রেকর্ড ভঙ্গ করেছে। | Alla fine, il giornale annuncia perfino che il numero di visitatori del sito ha superato ogni record precedente! |
15 | পত্রিকার হিট সংখ্যা এখন তো বাড়বেই কারন একটি আর্টিকেল পড়তে একজন পাঠককে পাতাটিকে ১০০ বার রিফ্রেশ করতে হচ্ছে! | Il numero di visitatori stabilirà certamente nuovi record se i lettori sono costretti a ricaricare le pagina cento volte per riuscire a leggere mezzo articolo. |