# | ben | ita |
---|
1 | ইরান: সংস্কারপন্থী আর কর্মী ব্লগারদেরকে গ্রেপ্তার | Iran: numerosi gli arresti di blogger riformisti e attivisti |
2 | যখন প্রতিবাদকারীরা গত ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সমগ্র ইরানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তখন ইরানী কর্তৃপক্ষ শত শত কর্মীকে গ্রেপ্তার করেছেন, কিছু ব্লগার সহ। | Mentre i dimostranti continuano a manifestare in tutto l'Iran contro i risultati delle elezioni presidenziali del 12 giugno, le autorità iraniane hanno arrestato [in] centinaia di attivisti, compresi diversi blogger. |
3 | সংস্কারবাদী প্রার্থী মেহদি কারাউবির একজন উপদেষ্টা এবং ইরানের ভুতপূর্ব সংস্কারবাদী উপ-প্রেসিডেন্ট মোহাম্মাদ আলি আবতাহিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। | Mohammad Ali Abtahi [in], ex vice presidente riformista e consigliere di Mehdi Karoubi [it], un candidato riformista, è stato arrestato martedì scorso. |
4 | আবতাহি প্রতিদিন তার ব্লগ আপডেট করতেন বেশ কয়েক বছর ধরে আর বিভিন্ন ব্যাপারে তার মতামত জানাতেন, যার মধ্যে ইরানি বিষয়ও ছিল। | Abtahi per anni ha aggiornato tutti i giorni il proprio blog dove condivideva opinioni su temi diversi, comprese le questioni iraniane. |
5 | এখানে তার শেষ পোস্ট যা তার বন্ধুরা তার দ্বিভাষী ব্লগ ওয়েবনেভেস্তেহাতে প্রকাশ করেছেন: | Ecco l'ultimo post che degli amici hanno pubblicato [in] sul suo blog bilingue, Webneveshteha: |
6 | জনাব আবতাহী গ্রেপ্তার: জনাব খাতামির প্রেসিডেন্টের মেয়াদকালিন উপ-প্রেসিডেন্ট আর জনাব কারাউবির উপদেষ্টা মোহাম্মাদ আলি আবতাহি আজকে গ্রেপ্তার হয়েছেন (মঙ্গলবার)। | Signor Abtahi arrestato Mohammad Ali Abtahi, ex vice presidente durante la presidenza di Khatami e consigliere di Karroubi nell'elezione presidenziale, è stato arrestato oggi (martedì). |
7 | তিনি মুক্তি পেলে এখানে তার ওয়েবসাইটে লিখবেন। | Quando verrà rilasciato, tornerà a scriverà qui sul suo sito. |
8 | তার শেষের দিকের একটি পোস্টে তিনি নির্বাচনকে ‘অবধারিত চুরি' বলেছেন: | In uno dei suoi ultimi post [in] ha definito l'elezione “ovviamente truccata”: |
9 | আমি বিশ্লেষণ করেছি যে এটি অবধারিত চুরি। | Ho analizzato quello che è un evidente imbroglio. |
10 | এটা বিশাল একটা প্রতারণা। | È stata un'enorme truffa. |
11 | নির্বাচনের ফলাফল কি বিচক্ষণতার সাথে পরিকল্পণা করা হয়েছিল। | L'elezione è stata pianificata così ampiamente. |
12 | এক দিকে এটা ভোট দানের রেকর্ড গড়েছে যেহেতু এটা জনাব খাতামির আগের রেকর্ড ভেঙ্গেছে যিনি তার প্রেসিডেন্টের মেয়াদের দ্বিতীয় ভাগে বেশী ভোট পেয়েছিলেন আর জনাব আহমাদিনেজাদকে তার থেকে বেশী ভোট পেতে হবে। | Da una parte ha stabilito un nuovo record di voti avendo battutto quello precedente di Khatami, che ha guadagnato più voti nel secondo periodo delle elezioni presidenziali e il signor Ahmadi Nejad dovrebbe ottenerne più di lui. |
13 | তারা আরো চেষ্টা করবেন জনাব মুসাভি আর তার সঙ্গীদের ধ্বংস করতে। | Entrambi vorrebbero distruggere Mosavi e i suoi alleati. |
14 | দৃশ্যপটের আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জনাব কারাউবির ৩০০০০০ ব্যালটের গল্প। | Un'altra parte importante dello scenario è la storia dei 300.000 voti del signor Karobi. |
15 | যদিও জনাব কারাউবির ধার্য করা ভোট ছিল, তারা তার জন্য ৩০০০০০ টি ভোট ধার্য করে অন্যদেরকে ঠেকাতে এই ধরনের গণতান্ত্রিক পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা থেকে। | Sebbene Karobi avesse un enorme numero di voti fissi, gli hanno assegnato 300.000 voti per lui evitando il rilancio di certi motti democratici. |
16 | অন্যদিকে অন্যান্য শহরের তথ্য দেখাচ্ছিল জনাব মুসাভি আর জনাব আহমাদিনেজাদের জন্য অন্তত সমান সংখ্যক ভোট। | Intanto le notizie provenienti da altre città rivelavano un numero di voti almeno uguale per Mosavi e Ahmadi Nejad. |
17 | সোমায়ে তোহিদলু নামে একজন নারী সংস্কারবাদী ব্লগারকেও গ্রেপ্তার করা হয়। | Anche Somayeh Tohidloo, una blogger riformista, è stata arrestata. |
18 | একদিকে ইরানী প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ যেমন গড়ে উঠছে, ইরানী কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করেই যাচ্ছেন। | Mentre le proteste contro i risultati delle elezioni presidenziali vanno crescendo, le autorità iraniane continuano ad arrestare gli attivisti politici. |
19 | সম্প্রতি তিনি আর কয়েক জন ব্লগারের সাথে ভূতপূর্ব প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির সাথে ইন্টারনেট সাক্ষাৎকারের আয়োজন করেন। | Recentemente, lei e un paio di blogger avevano organizzato un'intervista su Internet [in] con l'ex presidente Mohammad Khatami. |
20 | মনে হচ্ছে তার ব্লগে আর ঢোকা যাচ্ছে না। | Sembra che il suo blog [fa] non sia più accessibile. |
21 | ইরানে অবস্থিত ব্লগার আর মানবাধিকার কর্মী মোজতাবা সামিনিজাদ, আমাদেরকে আরো বেশ কয়েকজন গ্রেপ্তারকৃত ব্লগারের খবর দিয়েছেন। | Mojtaba Saminejad, blogger e attivista per i diritti umani residente in Iran, informa [fa] sull'arresto di parecchi altri blogger. |
22 | সামিনেজাদ বলেছেন যে মহিলা ব্লগার আর মানবাধিকার কর্মী শিভা নাজার আহারি, একজন নারী ব্লগার আর সাংবাদিক মেহেসা আমারাবাদি, কারিম আরগান্দেহপুর, একজন ব্লগার আর সামনের সারির সাংবাদিক আর আমাদ বাহারভার সকলকে ধরা হয়েছে। | Saminejad afferma che Shiva Nazar Ahari [far], blogger e attivista per i diritti umani, Mehesa Amarabadi, blogger e giornalista, Karim Argandehpour [far], blogger e giornalista importante e Amad Baharvar [far] sono stati tutti detenuti. |
23 | এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে। | Finora non ci sono informazioni sulle accuse contestate a questi blogger. |