Sentence alignment for gv-ben-20120223-22949.xml (html) - gv-ita-20120224-54689.xml (html)

#benita
1মার্কিন যুক্তরাষ্ট্র: অভিবাসী সংস্কৃতি বিরুদ্ধে আরেকটি আঘাতUSA: altri attacchi contro le culture degli immigrati messicani
2১৯৯৮ সালে আরিজোনার টাকসনে পাবলিক স্কুলের পাঠ্যক্রম থেকে মেক্সিকান-আমেরিকান শিক্ষা কর্মসূচী বাদ দেয়ায় বিক্ষুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে।Nella città di Tucson, in Arizona, è stato applicato un provvedimento del 1998 che prevedeva l'eliminazione dai programmi delle scuole pubbliche di un corso sulla cultura messicana in USA.
3অনেকের কাছে, এই কর্মসূচীটি বাদ দেয়া এবং একটি বিপুল সংখ্যক বই বাজেয়াপ্ত করা অতি রক্ষণশীল পরিকল্পনার জীবন্ত উদাহরণ যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিস্তারকে হুমকির মুখে ফেলেছে।La decisione è motivo di indignazione tra gli studenti di origine messicana, in quanto allo smantellamento del programma è seguita per giunta la censura di un gran numero di libri.
4গত জানুয়ারিতে টাকসনের স্বাধীন স্কুল জেলার অধীক্ষক জন হাপেথাল এই সিদ্ধান্তটিকে অনুমোদন দিয়েছেন এইচবি ২২৮১ আইনের এআরএস-১৫-১১২ সংবিধির উপর ভিত্তি করে।Secondo molti si tratterrebbe di un esempio eclatante di messa in atto di un progetto conservatore estremista, in grado di minacciare il background culturale e storico di questa regione.
5Il provvedimento è stato approvato a gennaio dalla Sovrintendenza dell'Indipendent School District di Tucson, rappresentata da John Huppethal e basatasi sullo statuto ARS-15-112 [en, come i link successivi] della legge HB 2281.
6জেসমিন ভিলা ল্যাটিনিটাসম্যাগাজিনে যেমন ব্যাখ্যা করেছেন এই আইন যে সমস্ত কোর্স বা ক্লাস নিষিদ্ধ করে যেগুলো:Secondo quanto spiega Jasmine Villa sul LatinitasMagazine, questa norma proibisce corsi o lezioni:
7এখানে বাজেয়াপ্ত কিছু বইয়ের একটি তালিকা দেয়া হল:Questa la lista di alcuni dei libri censurati:
8সম্পূর্ণ তালিকাটি পড়ার জন্যে এখানে ক্লিক করুন।Qui è disponibile la lista completa.
9এখানে টাকসনে নৃ-জাতিগোষ্ঠী শিক্ষা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের প্রতিবাদের একটি ভিডিও:Di seguito un video che mostra studenti e insegnanti durante la protesta contro il provvedimento:
10প্রত্যাশিতভাবেই রাষ্ট্র যে সংহতি নিয়ন্ত্রণ করতে চেয়েছে তা শুধুমাত্র টাকসনে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে।La risposta solidale, arrivata da svariate regioni degli Stati Uniti, non ha disilluso le aspettative, a dispetto dunque del controllo che si voleva imporre sul principio di solidarietà.
11শিক্ষা, সাহিত্য এবং মতামত প্রকাশের স্বাধীনতায় নিবেদিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য লেখকদের পাশাপাশি জুনোৎ দিয়াজ, লরা এস্কুইভেল, আনা কাস্তিলো এই অসাংবিধানিক পদক্ষেপটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন।Junot Díaz, Laura Esquivel, Ana Castillo, tra gli scrittori e svariate organizzazioni per la cultura, la letteratura e la libertà di espressione hanno espresso pubblicamente la loro opposizione al provvedimento anti-costituzionale. Non mancano le petizioni online e molti blog sono a favore del ripristino del curriculum di studi sulla cultura Messicano-Americana.
12মেক্সিকান-আমেরিকান শিক্ষা পাঠ্যক্রম পুনরায় চালুর সমর্থনে বিভিন্ন অনলাইন পিটিশনের পাশাপাশি ব্লগ নির্মিত হয়েছে।Il sito Banning History, ad esempio, accetta anche video dove la gente legge, canta o descrive alcune pagine dei libri censurati.
13উদাহরণস্বরূপ, ইতিহাস নিষিদ্ধকরণ, নিষিদ্ধ বইগুলোর অংশবিশেষ পাঠ করছে, গাইছে বা প্রদর্শন করছে এমন ভিডিও গ্রহণ করছে।"Non potete censurare i libri", murales a Tucson, AZ. Immagine di crjp da Flickr.
14দর্শনের পুনর্বিবেচনা সঙ্গে যৌথভাবে সক্রিয় শিক্ষক দল, টিএজি সচেতনতা বাড়াতে “কোন ইতিহাসই বেআইনী নয়: আমাদের গল্প সংরক্ষণের একটি প্রচারাভিযান” নামক একটি প্রচারণা চালু করে।Licenza da CC BY-NC 2.0. Un gruppo di insegnanti attivisti (Teacher Activist Group, TAG) in collaborazione con Rethinking Schools, ha lanciato una campagna di sensibilizzazione “Non esiste una storia illegale: manteniamo viva la memoria”.
15তারা অবশ্য কথা বলার স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক বিভিন্ন পাঠসহযোগে নিষিদ্ধ কর্মসূচির পাঠ্যক্রমভিত্তিক একটি বর্ধিত পাঠ্যসূচি প্রস্তুত করেন।Hanno anche creato un curriculum organizzato in corsi sul programma bandito, arricchito da lezioni sulla lotta per la libertà di espressione e la diversità culturale.
16নিশ্চিতভাবেই সংহতির এই তরঙ্গ আরো শক্তিশালী হবে কারণ এটি ক্ষমতার অপব্যবহার, ভয় এবং বর্ণবাদের খুব কার্যকর একটি প্রতিষেধক।Da questi segnali positivi si evince che l'onda di solidarietà guadagnerà sempre più forza e che sarà un valido antidoto contro l'abuso di potere, la paura e il razzismo.
17মার্চে লিব্রোত্রাফিকান্তে ক্যারাভান টেক্সাসের হাউস্টন থেকে আরিজোনার টাকসনে পৌঁছাবে নিষিদ্ধ বইগুলো বিতরণের জন্যে।A marzo la carovana Librotraficante, che partirà da Houston per arrivare in Arizona, passando per il Texas, distribuirà i libri censurati.
18এখানে লেখক টনি ডিয়াজ আয়োজিত ক্যারাভান প্রজেক্টের একটি ভিডিও।Ecco infine il video del progetto Librotraficante organizzato dallo scrittore Tony Díaz: