Sentence alignment for gv-ben-20090414-2304.xml (html) - gv-ita-20090415-2916.xml (html)

#benita
1থাইল্যান্ডের “রঙ্গীন” প্রতিবাদকারীরাTailandia: diverse camicie colorate per diverse fazioni politiche Camicie rosse.
2লাল শার্ট, হলুদ শার্ট, নীল শার্ট, গোলাপী শার্ট, সাদা শার্ট, কমলা শার্ট, বেগুণী শার্ট, কালো শার্ট।Camicie gialle. Camicie blu.
3আজকে আপনি থাইল্যান্ডে কোন শার্ট পরবেন সে সম্পর্কে সাবধান।Camicie bianche. Camicie arancioni.
4কারন শার্টই পরিচায়ক আপনি কোন রাজনৈতিক মতাদর্শের।Camicie viola. Camicie nere.
5একজন ব্লগার মন্তব্য করেছেন যে পর্যটকদের ফুলেল শার্ট পড়া উচিৎ স্পষ্ট করার জন্যে যে তারা এই দেশের কোন রাজনৈতিক শক্তিকে সমর্থন করছেন না।Bisogna stare attenti a cosa s'indossa oggi in Tailandia. Le idee politiche sono determinate dal colore della vostra camicia.
6মূল বিবাদকারী দুই দল হচ্ছে লাল শার্ট এবং হলুদ শার্ট।Un blogger suggerisce ai turisti di indossare camicie a fiori onde non essere identificati con qualche corrente politica.
7হলুদ শার্ট পিউপলস এলায়েন্স ফর ডেমোক্রেসী দলের চিহ্ন।I due principali gruppi politici in conflitto sono le Camicie gialle e le Camicie rosse.
8এবং ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসী এগেইন্সট ডিক্টেটরশীপ দলের পরিচায়ক হচ্ছে লাল শার্ট।Le prime appartengono all'Alleanza del Popolo per la Democrazia [in].
9হলুদ শার্টরা প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কঠোর সমালোচক।Le secondo sono i sostenitori del Fronte Unito per la Democrazia contro la Dittatura.
10থাকসিন ২০০৬ সালে একটি (রক্তপাতহীন) সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান।Le Camicie gialle si oppongono all'ex Primo Ministro Thaksin Shinawatra [it], estromesso dal potere nel colpo di stato del 2006.
11আর প্রায় সব লাল শার্ট থাকসিনের সমর্থক।La maggior parte delle Camicie rosse sostiene Thaksin.
12হলুদ শার্টের দল এই প্রতিবাদের রং পছন্দ করেছে রাজা ভুমিবল আদুলিয়াডের সম্মানে, যিনি এখনও থাইল্যান্ডের সবচেয়ে সম্মানজনক ব্যক্তি।Le Camicie gialle hanno adottato tale colore nelle manifestazioni in onore di Re Bhumibol Adulyadej, la figura più rispettata oggi in Tailandia.
13কিন্তু তার মানে এই না লাল শার্টের দল রাজার বিরোধিতা করছে।Ma ciò non significa che le Camicie rosse si oppongano al Re.
14অথবা তারা যে বামপন্থী তাও সঠিক নয়।Non significa neppure che siano di sinistra.
15তারা লাল রং নির্বাচন করেছে হলুদ শার্টওয়ালাদের থেকে আলাদা হবার জন্যে।Hanno adottato tale colore solo per differenziarsi dal giallo.
16এই হলুদ শার্টের দল গত বছর দুজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল থাকসিনের পুতুল সরকার হিসেবে।Le Camicie gialle l'anno scorso hanno accusato i due Primi Ministri di essere dei fantocci di Thaksin.
17সরকার পরিবর্তনের জন্যে চাপ দেয়ার জন্যে এই হলুদ শার্টের দল গত বছর আগষ্টে সংঘাতমূলক রাজপথের প্রতিবাদ শুরু করেছিল।Per forzare un cambiamento nel governo, le Camicie gialle hanno organizzato provocatorie azioni di strada [in] lo scorso agosto.
18তারা প্রধান সরকারী ভবন কয়েকমাস ধরে দখল করে রেখেছিল।Hanno occupato il Palazzo del Governo per diversi mesi.
19এর পরে গত ডিসেম্বর তারা ব্যান্কক এয়ারপোর্টে অবস্থান ধর্মঘট করে সারা দেশের বিমান চলাচল বন্ধ করে দেয়।A dicembra hanno provocato la chiusura dell'aeroporto di Bangkok [in], danneggiato i trasporti nel Paese.
20থাকসিনের সমর্থকদের সরকার পরিচালনা রোধ করে একটি কোর্টের আদেশের পর তারা এই ধর্মঘট প্রত্যাহার করে (এই হলুদ শার্টের প্রতিবাদের জন্যে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজ পাতা দেখুন)।Le Camicie gialle hanno acconsentito a bloccare ogni protesta quando un tribunale ha vietato [in] agli alleati di Thaksin di candidarsi a cariche pubbliche. (Vedi la pagina speciale di Global Voices sulle manifestazioni [in] delle Camicie gialle).
21হলুদ শার্টরা বিজয় ঘোষণার কয়েকদিন পরেই লাল শার্টওয়ালারা তাদের রাজপথের প্রতিবাদ শুরু করে।Qualche giorno dopo che queste ultime avevano dichiarato vittoria, le Camicie rosse hanno iniziato a organizzare [in] altre azioni di strada.
22কয়েক সপ্তাহ আগে থেকে তারা প্রধান সরকারী ভবন দখল করে রেখেছে।Anche loro hanno occupato il Palazzo del Governo qualche settimana fa.
23ব্যান্ককে তারা হাজার হাজার লোক জড়ো করতে সক্ষম হয়েছিল।Sono stati in grado di radunare decine di migliaia [in] di dimostranti a Bangkok.
24ট্যাক্সি চালকরা তাদের সমর্থন করে এবং তাদের ট্যাক্সি দিয়ে রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে (যেমন ভিক্টরি মনুমেন্ট) প্রতিবন্ধকতার সৃষ্টি করে।Li hanno sostenuti i tassisti [in], che hanno usato i loro veicoli per bloccare il traffico a Victory Monument, incrocio assai trafficato di Bangkok.
25এই প্রতিবাদকারীরা সমর্থ হয় পাতায়াতে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মিলনকে বন্ধ করে দিতে যা প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজাজিভার জন্যে দুর্নাম বয়ে আনে।Le Camicie rosse sono riuscite a ottenere la cancellazione del raduno di ASEAN [in] a Pattaya, tra l'imbarazzo del futuro Primo Ministro Abhisit Vejjajiva.
26ব্যান্ককে বর্তমানে জরুরী অবস্থা জারী রয়েছে কিন্তু লাল শার্টওয়ালারা এখনও অজেয় মনোভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।Ora c'è lo stato di emergenza a Bangkok, ma le Camicie rosse non se ne curano [in].
27লাল শার্টের দল সৈন্যদের কাছ থেকে কেড়ে নেয়া অস্ত্র দেখাচ্ছে।Le Camicie rosse mostrano delle armi sottratte ai soldati.
28ছবি ফ্লিকার থেকে আরিন জের সৌজন্যে।Foto di arjin su Flickr
29জনি ফরেইনার হলুদ এবং লাল শার্টওয়ালাদের মধ্যে সাদৃশ্যের কথা লিখেছেন:Jonny Foreigner fa notare le somiglianze tra Camicie gialle e Camicie rosse [in]:
30হলুদ শার্টওয়ালারা দেশে অরাজকতা ডেকে এনে এবং প্রধান এয়ারপোর্ট বন্ধ করার মাধ্যমে চাপ দিয়ে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌছেুতে পেরেছে। তাই লাল দলও (যদিও ব্যন্ককের বাইরে থেকে তাদের সমর্থন আসছে) এই পথ অনুসরণ করে রাজধানীর কেন্দ্রকে অচল করে দিতে চাইছে।Le Camicie gialle hanno ottenuto ciò che volevano causando il caos e chiudendo l'aeroporto nazionale, così le rosse (con una forte presenza di gente fuori Bangkok) hanno fatto lo stesso convergendo nel cuore della capitale -bloccando le strade e provocando molti inconvenienti in città.
31শহরের প্রধান রাস্তাগুলো বন্ধ তাই চলাচলে বেশ অসুবিধা হচ্ছে।
32লাল শার্টের দল কারা?Chi sono le Camicie rosse?
33তারা কি চায়?Cosa vogliono?
34হলুদ শার্টের দলের মতে তারা থাকসিনের অন্ধ ভক্ত।Le Camicie gialle le descrivono come dei seguaci ignoranti di Thaksin.
35সিয়াম রিপোর্ট একটি রিপোর্ট তুলে ধরেছে যা এই ধারনাকে প্রশ্ন বিদ্ধ করে:Siam Report propone un articolo che confuta questo stereotipo [in]:
36আরও সংবাদ আসছে যে অনেক লাল শার্টের দলের সদস্য স্বচ্ছল পরিবারের। তারদের নিজস্ব গাড়ী আছে এবং তারা শহরতলীতে থাকে।Girando anche dei rapporti secondo cui le Camicie rosse sono individui benestanti, che hanno automibili proprie e vivono nella capitale o nei paraggi.
37তারা সঠিক গণতন্ত্র চাইছে এবং রাজনীতির মাঠ ঘোলা করা অনির্বাচিত নেতৃত্বকে উপড়ে ফেলতে চাইছে।Richiedono una democrazia vera e l'eliminazione di quanti non sono stati eletti e che spesso interferiscono col processo politico.
38তবে তারা কিন্তু থাকসিনের ফেরত আসা চাইছে না কিংবা তার অন্ধ সমর্থক না।Non sono tuttavia interessati al ritorno di Thaksin e né gli giurano fedeltà.
39লাল শার্টের দল কর্তৃক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ যে তারা “থাকসিনের খেলার পুতুল” - তা ঝেড়ে ফেলতে চাইছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে এরকমই ধারনা প্রচার করা হয়।Le Camicie rosse non possono più essere abusate e ridicolizzate come gruppo monolita di “tirapiedi maleducati di Thaksin”, com'erano prima definiti normalmente su alcune testate.
40হলুদ শার্টের দল এখন আর সক্রিয় নয়।Le Camicie gialle oggi non sono attive.
41তবে লাল শার্টের দল এখন অন্য এক রঙ্গের দলের কাছ থেকে বাধা পাচ্ছে - নীল শার্টের দল।Ma le Camicie rosse hanno dovuto confrontarsi con dimostranti “colorati” di un diverso colore: le Camicie blu.
42লাল শার্ট যখন সরকারের জন্যে হুমকি হয়ে দাড়ায় তখন এ্‌ই নীল শার্টের আবির্ভাব হয়।Le Camicie blu sono emerse quando le Camicie rosse hanno portato serie sfide al governo.
43প্রথমে তারা বলে তারা শুধু জনসম্পদ রক্ষার্থে মাঠে নেমেছে, যেমন এয়ারপোর্ট।Primo, hanno detto di voler solo proteggerei luoghi pubblici [in], come l'aeroporto.
44তবে লাল শর্টের দল অচিরেই তাদেরকে সরকারের ভাড়াটে হিসেবে অভিযোগ আনে।Ma le Camicie rosse le hanno subito accusate di essere dei teppisti mandati dal governo.
45নির্মল ঘোষ এই নীল শার্ট এবং লাল শার্টের মধ্যেকার দ্বন্দ্ব নিয়ে লিখেছে যা নীল শার্টের পেছনে কারা আছে তা বুঝতে সাহায্য করে:Nirmal Ghosh scrive del confronto tra le Camicie blu e le Camicie rosse [in] che può far luce sui veri leader delle Camicie blu.
46ভোর সকালে লাল শার্টের দল সামিটের স্থান রয়াল ক্লিফ রিসোর্টের পাহাড়ে ওঠা শুরু করে।
47কিন্তু তারা শতাধিক সরকার সমর্থক মিলিশিয়া দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তাদের পরনে ছিল গাড় নীল টি-শার্ট যাতে লেখা ছিল ‘সরকারী প্রতিষ্ঠান রক্ষা কর' - এখানে প্রতিষ্ঠান বলতে রাজতন্ত্র বোঝানো হয়েছে।Di primo mattino (le Camicie rosse) hanno iniziato a marciare sulla collina del Royal Cliff Resort, il luogo dell'incontro, ma sono arrivate faccia a faccia con qualche centinaia di milizie pro-governo, bene organizzate con magliette blu scuro appena stampate che dicevano “Proteggiamo le istituzioni” - riferendosi, come istituzione, alla monarchia.
48এইসব নীল শার্ট ওয়ালাদের হাতে লাঠি, ডান্ডা এবং লোহার রড ছিল।Tutte le Camicie blu erano armate con bastoni, mazze e spranghe di ferro.
49দুই পক্ষের মধ্যে সংঘাত হয় দুটি স্থানে, প্রত্যেকটিতে প্রায় ১০০০জন লাল টি শার্টওয়ালা ১৫০ জন নীল শার্টের বিরুদ্ধে লড়েছে।Gli scontri sono avvenuti in due luoghi, ciascuno con circa 1.000 Camicie rosse contro 150 Camicie blu.
50নীল শার্টওয়ালাদের কাছে রাজা ও রাণীর ছবি ছিল।Gli uomini in blu avevano poster del re e della regina.
51নীল শার্টওয়ালারা, দৃশ্যতই ভাড়াটে মিলিশিয়া সেনাবাহিনীদের পেছনে অবস্থান নেয়, যারা তাদের নিরস্ত্র করতে কোন পদক্ষেপ নেয়নি।Gli uomini con le Camicie blu - chiaramente una milizia - in pratica si sono rifugiate dietro l'esercito, i cui ufficiali non hanno fatto alcun tentativo di disarmarli.
52দুটি সূত্র অনুসারে নীল শার্টের দলকে সংগঠিত করেছে পাতায়ার মেয়র যিনি এই প্রদেশের একজন বিতর্কিত ও প্রভাবশালী লোকের সন্তান।Secondo due testimonianze, le Camicie blu sono state organizzate dal sindaco di Pattaya, che è il figlio di “Kamnan Poh” - un controverso caporione della provincia.
53থাই নাগরিক যারা এই সব সংঘাতের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় তাদের প্রতিক্রিয়া কি?Come hanno reagito i residenti della Tailandia non direttamente coinvolti nella crisi politica?
54যখন লাল শার্ট ওয়ালারা আসিয়ান সামিট ভেনু থেকে চলে যাচ্ছিল তখন একদল কালো শার্ট পরিহিত লোকদের দেখা গেছে তাদের বিরুদ্ধে পাথর ছুড়ে মারতে।Quando le Camicie rosse stavano lasciando il luogo del convegno ASEAN a Pattaya, un gruppo di persone che indossavano delle Camicie nere [in] hanno iniziato a tirar loro delle pietre.
55এরা কারা ছিল?Chi sono costoro?
56অনেককে এইসব প্রতিবাদকারীদের ধাওয়া করতে দেখা গেছে।Alcuni hanno confrontato i dimostranti.
57এই ভিডিওতে দেখা যাবে কিভাবে লাল শার্টের দলকে কিছু পথচারী ধাওয়া করছে:Guardate questo video su come le Camicie rosse sono state allontanate da alcuni passanti arrabbiati:
58মনে হয় অনেক থাইদের নিরপেক্ষ রঙ্গের শার্ট পড়াকেও একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরা যায়।Forse la decisione di molti tailandesi di indossare colori “neutri” può essere interpretata anche come una posizione politica.
59টুইটারের মাধ্যমে অন্যান্য রঙ্গের শার্টের ব্যাপারে জানা যায়:Via Twitter, le altre Camicie “colorate” in Tailandia dicono [in]:
60সজল: না তুমি দুই পক্ষের লোকের কাছেই মার খাবে। @জেমিমন্কের মেসেজ: আমি এখন থেকে কমলা শার্ট পড়ব এর জবাবে।sajal: no.. sarai sconfitto da entrambe le parti … RT @jamiemonk: Io indosserò Camicie arancioni da adesso.
61স্টিকম্যানব্যন্কক: লাল শার্ট, হলুদ শার্ট কোনটিই না।stickmanbkk: Camicie rosse, Camicie gialle.
62আমি সাদা শার্ট পড়ব।Io indosso la mia camicia bianca!
63থাইক্যাম: এক বন্ধু বলছে - মনে হয় একন সময় এসেছে লাল আর হলুদ মিলিয়ে বেগুণী শর্টের দল তৈরি করার যারা দেশের জন্যে লড়বে, ব্যক্তি স্বার্থের জন্যে নয়।thaicam: un amico sostiene: Forse è tempo di mescolare Rosso+Giallo e creare Camicie viola che in realtà manifestano per il Paese, non per le varie ideologie.
64ব্যান্কক প্যাস্টর: হুলুদ শার্ট, রাল শার্ট আর এখন নীল শার্ট?bangkokpastor: Camicie gialle, Camicie rosse e adesso Camicie blu?
65অচিরেই মনে হয় পড়ার মত নিরপেক্ষ রং আর থাকবে না।Ci vorrà un po' per indossare dei colori neutri.
66টিব্যারেট: আমি ব্যান্ককে অনুষ্ঠিতব্য কালকের প্রতিবাদ সমাবেশ নিয়ে চিন্তিত।Tbarrett: Sono in ansia per la manifestazione di domani qui a Bangkok. Camicie rosse!
67লাল শার্ট না হলুদ শার্ট কে এই মূর্খের লড়াইয়ে জিতবে?Camicie gialle! Chi vincerà il Gran Premio di Dumbass?
68গ্রেগজর্গেনসেন: মজা লাগে দেখতে কিভাবে লাল আর হলুদ উভয় শার্টের দলই গণতন্ত্রের কথা বলতে মুখে ফেনা তোলে।gregkjorgensen: Strano come le Camicie rosse E le Camicie gialle urlino per la democrazia, ma sono incapaci di accettare i risultati dell'elezione se non va come vogliono loro.
69কিন্ত নির্বাচন তাদের সপক্ষে না গেলে তারা তা মানতে রাজী নয়। পিটি৭৮৯: এর আগেরবার হলুদ শার্ট শহর দখল করেছিল।PT789: L'ultima voltaq sono state le Camicie gialle a invadere la città, ora sono le Camicie rosse, quando finirà questo “ping pong politico”
70এখন লাল শার্টের পালা। তারা এই রাজনৈতিক পিংপং খেলা কখন থামাবে?C'è un'altra possibilità per i tailandesi: vestirsi di rosa.
71থাইদের আরেকটি সুযোগ রয়েছে - গোলাপী শার্ট পড়া।Le Camicie rosa vogliono una formazione politica basata sull'amore.
72এই গোলাপী শার্টের দল রাজনৈতিক নেতুত্ব চায় ভালবাসার নীতির উপর ভিত্তি করে।La cantante pop Jintara in un video musicale per la canzone “Mop see chom-poo” che predica la dottrina delle Camicie rosa.
73পপতারকা জিনতারার একটি মিউজিক ভিডিও আছে ‘মপ সি চুম পু' নামে যা গোলাপী শার্টের জয়গান গায়।Shameless Mack avverte i turisti di indossare solo Camicie floreali [in] in Tailandia:
74শেমলেস ম্যাক পর্যটকদের শুধু ফুলেল শার্ট পড়ার উপদেশ দিয়েছেন:Indubbiamente la situazione sta diventando sempre più instabile.
75সত্যিই পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে, কাল কি ঘটবে কিছুই বলা যায় না।Le Camicie rosse sono in grado di spostare le loro forze da un posto all'altro.
76লাল শার্টের দল বিভিন্ন স্থানে তাদের প্রতিবাদ ছড়িয়ে দিতে পেরেছে। তবে হলুদ তদল যারা গত নভেম্বর/ডিসেম্বরে বিমানবন্দর অচল করে দিয়েছিল তারা এখনও সেভাবে মাঠে নামে নি।Mentre le Camicie gialle - quelle che hanno chiuso l'aeroporto lo scorso novembre/dicembre - non sono ancora riapparse, e l'emergere delle Camicie blu non fa presagire nulla di buono.
77নীল শার্টের দলের মাঠে নামা ভাল লক্ষণ নয়। তারা আরও মারাত্মক কারন তারা সংঘাতের পথ বেছে নিয়েছে।È ancora peggio che nella prima apparizione, quando le Camicie blu hanno provocato delle violenze.
78তাই একটি উপদেশ: দয়া করে কোন গাঢ় রংয়ের শার্ট পরে রাস্তায় যাবেন না।Ancora una cosa: non uscite per strada indossando Camicie a tinta unita.
79লাল এবং হলুদের রাজনৈতিক পরিচয় খুব প্রকট। এখন নীলও আরেকটি দল।Giallo e rosso indicano già un'affinità politica, e ora blu scuro è un altro gruppo.
80কে জানে কালকে আবার কোন রং নতুন কোন দলের পরিচায়ক হয়ে ওঠে।Chissà che nuovi colori non divengano “caldi” da indossare domani.
81কি করবেন?Cosa fare?
82শুধু ফুলেল শার্ট সুটকেসে ভরেন।Usare solo camicie multifloreali.
83থাম্বনেইল ইমেজটি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী ওয়াই নটের সৌজন্যে।Foto riprese dalla pagina su Flickr di Y-Not