# | ben | ita |
---|
1 | বড় দিনের আগের সন্ধ্যায় নিঃসঙ্গ? এর জন্য জাপানী এক শব্দ আছে | Giappone: passerete la Vigilia di Natale da soli? la parola ‘kuribotchi’ vi definisce |
2 | ক্রিসমাস ট্রি, মারুনোচি, টোকিও। | Un albero di Natale, Marunouchi, Tokyo. |
3 | ছবি: ফ্রান্সিওস রেজেতে/উইকিমিডিয়া কমন্স-এর। | Immagine: François Rejeté / Wikimedia Commons. |
4 | ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২. | File con licenza Creative Commons Attribution 2.0 Generic. |
5 | ০ জেনেরিক-এর অধীনে এই ফাইল লাইসেন্স করা হয়েছে। জাপানে, বড়দিনের আগের সন্ধ্যা বছরের সবচেয়ে রোমান্টিক রাত। | In Giappone, la Vigilia di Natale è considerata la sera più romantica dell'anno. |
6 | সাধারণত জাপানে ২৪ ডিসেম্বর-এর রাত, প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের সবচেয়ে আনন্দঘন মিলনের রাত, যে রাতে জুটিরা জোড়া বাঁধে এবং সেদিন সন্ধ্যা কিংবা ২৫ ডিসেম্বর-এ অফিসের একঘেয়ে কাজে ফিরে যাওয়ার আগে একসাথে বিশেষ এক সময় কাটায়;যদিও সাধারণত জাপানে বড়দিনের উৎসব তেমন একটা পালন করা হয় না। | Tradizionalmente, il 24 dicembre è la sera più importante per gli appuntamenti in Giappone, in cui si formano le coppie e si passa insieme una serata speciale, prima di tornare al lavoro e alla noiosa routine dell'ufficio il 25 dicembre, il Natale infatti non è solitamente celebrato. |
7 | তবে, সাম্প্রতিক বছরগুলোতে, জাপানে কেবল জন্মহারের পতন ঘটেনি, সাথে নাগরিকদের বিয়ে; অথবা এমনকি ডেটিং করার হারেরও পতন ঘটেছে। | Tuttavia, negli ultimi anni non solo il tasso di natalità è precipitato, ma anche il numero di persone che decidono di sposarsi [en] o anche solo di frequentarsi [en]. |
8 | সামাজিক এই পরিবর্তন, বড়দিনের আগের সন্ধ্যাকে এতটাই প্রভাবিত করেছে যে এই কারণে কুরিবোচি নামক এক শব্দের উৎপত্তি হয়েছে। | Questo cambiamento della società sta iniziando ad influenzare la Vigilia di Natale così tanto da portare alla creazione di una parola nuova: kuribotchi [ja, come tutti i link seguenti, eccetto dove diversamente indicato]. |
9 | - ぽっぽ (@poppi_polla5r) December 2, 2014 | - ぽっぽ (@poppi_polla5r) December 2, 2014 |
10 | কাজের সময় বেশ কয়েকজন জুনিয়র কর্মচারী, খুব আনন্দের সাথে তাদের কুরুবুচি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। | Dei giovani colleghi in ufficio stavano felicemente discutendo i loro piani da kuribotchi. |
11 | সে সময় এক হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, কুরুবুচি আসলে কোন প্রজাতির শব্দ? | “Cos'è un kuribotchi?” Ho chiesto ridendo. |
12 | হঠাৎ করে যেন সবাই নীরব হয়ে গেল। | E' sceso un silenzio imbarazzato. |
13 | এরপর আমি জানতে পারলাম তারা আসলে কি নিয়ে কথা বলছিল। | Poi ho capito di cosa stavano parlando. |
14 | ক্রিসমাস এবং হোতোরি-বোতচি (সকলে মিলে এক) নামক দুটি শব্দ মিলে, কুরিবোচি নামক শব্দের উৎপত্তি, যা বড়দিনের ঠিক আগের সন্ধ্যায় নিঃসঙ্গ অবস্থায় কাটানো-কে বর্ণনা করে। | Il neologismo è creato dalla combinazione delle parole “Natale” e “hitori-botchi” (da solo), kuribotchi descrive la condizione di passare la Vigilia di Natale da soli. |
15 | ২০১৩ সালের এই সংবাদে সবচেয়ে বড় প্রশ্নটি করা হয়: বড়দিনের আগের সন্ধ্যায় আপনার পরিকল্পনা কি? | Il seguente servizio del telegiornale del dicembre 2013 pone la grande domanda: che programmi hai per la Vigilia di Natale? |
16 | এর জবাব? | La risposta? |
17 | “আমি'নিঃসঙ্গ থাকব”। | “Sarò kuribotchi.” |
18 | নভেম্বর ২০১৪-এ, টোকিও মেট্রোপলিটন এলাকায় অনলাইন রেস্টুরেন্ট ওপেন টেবিল ২০ থেকে ৩০ বছরের প্রায় ১,৮০০ ব্যক্তিকে সেবা প্রদান করে। | Durante il mese di novembre 2014, OpenTable il servizio di prenotazione online per ristoranti, ha effettuato un sondaggio su un campione di circa 1.800 persone tra i 20 e i 30 anni nella zona metropolitana di Tokyo. |
19 | এক জরিপ অনুসারে, জানা গেছে জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ ব্যক্তি বলছে তারা দীর্ঘস্থায়ী কোন সম্পর্কে জড়িয়ে নেই অথবা এমনকি তারা ডেটিং-ও করছে না। | Secondo il sondaggio, circa il 60% degli intervistati ha riposto di non essere in una relazione a lungo termine o di non stare nemmeno frequentando qualcuno. |
20 | একাকী বসে খাওয়া এবং বড়দিন উদযাপনের জন্য কিছু কিছু রেস্তোরাঁর এবং হোটল কুরিবোচি ব্যক্তিদের জন্য বিশেষ খাওয়া সরবরাহ করে, বিশেষ করে যারা এই তথ্যকে পুঁজি করছে যে সমান সংখ্যক নিঃসঙ্গ ব্যক্তি হয় ঘরে বসে, নতুবা বড়দিনের আগের সন্ধ্যায় বাইরে খাবার পরিকল্পনা করছে। (সাড়া প্রদানকারীরা একের অধিক কর্মকাণ্ড বেছে নেওয়ার সুযোগ ছিল।): | Alcuni ristoranti e hotel hanno lanciato delle offerte speciali kuribotchi, per provvedere per chi avrà cene individuali e celebrerà la Vigilia di Natale in solitudine, capitalizzando sul fatto che un numero equivalente di single ha programmato di stare a casa o di mangiare fuori la sera della vigilia (era possibile scegliere più di una attività): |
21 | “কি ভাবে ২০ থেকে ৩০ বছর বয়স্ক নাগরিকরা বড়দিন উদযাপন করবে”। ছবি সুত্র নিক্কি ওমেন। | “Come hanno intenzione di passare il Natale i ventenni” Fonte immagine: Nikkei Woman. |
22 | তবে, রেস্তোরাঁয় মালিকদের জন্য গুরুত্বপূর্ণ, ২০-থেকে ৩০ বছর বয়স্কদের মাঝে পরিচালিত জরিপ-এ উত্তরদাতাদের ৪৩ শতাংশ জানিয়েছে যে বড়দিনের আগের সন্ধ্যা উদযাপনে তারা ১০০ ডলারের বেশী খরচ করেন না। জাপানের ২৫ বছরের বুদ্বুদ অর্থনীতির বাস্তবতায়, ঠিক এক প্রজন্ম আগে যখন সবকিছু সীমাবদ্ধ ছিল তখন বড় ধরনের কোন ডেটের রাতে যতটা ব্যয় করা হত, এ তার প্রেক্ষিতে এক দারুণ বৈপরীত্য। | Un dato significativo per i ristoratori è, tuttavia, il fatto che circa il 43% dei ventenni partecipanti al sondaggio ha detto che non spenderà più di 100 dollari per festeggiare la Vigilia di Natale, un forte contrasto rispetto al periodo del boom economico di 25 anni e una generazione fa, quando il cielo era il limite in termini di quanto si poteva spendere per un appuntamento. |
23 | ২০ থেকে ৩০ বছর বয়স্ক জাপানী নাগরিকরা ক্রমশ আরো বেশী নিঃসঙ্গ জীবনে পতিত হচ্ছে: | Sempre più ventenni giapponesi stanno adottando uno stile di vita solitario: |
24 | যখন আপনি একবার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি কোরীয় বারবিকিউ খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন থেকে আপনি উপলব্ধি করবেন যে স্বাভাবিক সামাজিক জীবনে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। | Quando decidi di mangiare barbecue coreano da solo, capisci che non c'è via di ritorno a una vita sociale attiva. |
25 | লেখক এখানে リア充, কিংবা “রিয়া জু,” নামের এক জাপানি পদ ব্যবহার করেছে, যার অর্থ আইআরএল, (ইন রিয়েল লাইফ/ বাস্তবিক জীবনে)-এর অনেকটা কাছাকাছি । | L'autore usa il termine リア充, o “ria ju“, un termine dello slang giapponese di internet che corrisponde a grandi linee a IRL [en] (nella vita reale). |
26 | “রিয়া জু-এর প্রেক্ষাপটে নাগরিকদের সক্রিয়, প্রচুর বন্ধুর সাথে প্রাণোচ্ছল সামাজিক জীবন কাটানো হত। | In questo contesto le persone “ria ju” hanno vite sociali attive e movimentate, con molti amici. |
27 | তার বিপরীতে, কুরিবোচি জাপানী সংস্কৃতির আরেকটি ধারার প্রতিনিধিত্ব করছে, যেখানে নাগরিকরা শুধুমাত্র কম্পিউটার মাধ্যমে একে অন্যের সাথে মেশে। | Al contrario, i kuribotchi rappresentano un'altra tendenza della cultura giapponese, nella quale le persone interagiscono tra loro principalmente online attraverso il computer. |
28 | বাস্তব জগতে, জাপানি সমাজ এখনো একা হিসেবে নিঃসঙ্গ থাকার উপায় বেছে নিচ্ছে : | Nella vita reale, la società giapponese si sta ancora adattando allo stile di vita solitario dei single: |
29 | যখন আমি “এক কামরার এক কারোকের” জন্য তাদের বললাম, তখন তারা আমাকে এমন এক কামরা প্রদান করল, যেখানে ২৫ জন ব্যক্তির থাকার মত যথেষ্ট জায়গা রয়েছে। | |
30 | অন্যরা এখনো কি ভাবে শীতের রান্না প্রস্তুত করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করছে, যা ঐতিহ্যগত ভাবে অন্যদের সাথে মিলে খেতে হয়, যেমন হটপট: | Quando ho chiesto una stanza da karaoke per una persona, mi hanno portato in uno spazio abbastanza grande per 25 persone. |
31 | এমন কিছু আছে যা এখানকার জন্য ঠিক নয়, এখানে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তা অতীব জঘন্য… এখানে কিছু একটার অভাব রয়েছে। | Altri stanno ancora cercando di capire come preparare i piatti invernali, che tradizionalmente sono mangiati in compagnia, come lo stufato: |
32 | অন্যদিকে আমি আমার হটপট সাথে নিয়ে একজনের অপেক্ষায় আছি। | Qui c'è qualcosa che non quadra. |
33 | টুইটারে একটি মেমে ক্রমশ ছড়িয়ে পড়ছে, এতে জানা যাচ্ছে যে নাগরিকরা একাই বোর্ড গেম খেলার মনোভাব গ্রহণ করছে, যে খেলাটি কয়েকজন মিলে খেলা হয় : | La presentazione è orribile… manca qualcosa. D'altro canto, mi piace essere rintanato qui con il mio stufato per uno. |
34 | - NO (@rmlsasfmfcc9) August 3, 2014 জীবনের খেলা খেলছি, আর একাধিক খেলোয়াড়ের বদলে আমি নিজে তা খেলছি। | Un meme nascente su Twitter è quello di persone che applicano un approccio solitario ai giochi da tavolo dedicati a più di un giocatore: |
35 | 1人人生ゲームスタート(^_^) pic.twitter.com/3oAfhWyHwc - 岩手の沖縄 (@tomomotomo1978) October 16, 2014 | Sto giocando da solo al Gioco della Vita. |
36 | প্রস্তুত, বস, খেলা শুরু: মাত্র একজন খেলোয়াড় খেলছে লাইফ অফ গেমস নামক খেলাটি। | Pronti, partenza, via: sto giocando al Gioco della Vita con un solo giocatore. |
37 | かいけん1人人生ゲーム pic.twitter.com/rSGerjw8Jc আমার মনে হয় একজন খেলোয়াড় দিয়ে আমাকে গেম অফ লাইফ খেলাটি খেলতে হবে। | Ho deciso di provare il Gioco della Vita con un solo giocatore. |
38 | তবে কারো মতে, নভেম্বর-এর সমাপ্তি এবং ডিসেম্বর-এর শুরু প্রবল এক দিন গণনার ক্ষণ হিসেবে চিহ্নিত হয়: - しの@12/4誕生日なのだよ (@shino_1204_) November 30, 2014 | Ma per alcuni la fine di novembre e l'inizio di dicembre segnano l'inizio di un triste conto alla rovescia: |
39 | বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। | Siamo spiacenti di comunicare che mancano solo 24 giorni a quando passeremo la Vigilia di Natale da soli. |
40 | বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। | Siamo spiacenti di comunicare che mancano solo 24 giorni a quando passeremo la Vigilia di Natale da soli. |
41 | বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। | Siamo spiacenti di comunicare che mancano solo 24 giorni a quando passeremo la Vigilia di Natale da soli. |
42 | [আরো পাঁচবার এই বাক্যটি লেখা হয়েছে]। | [ripetuto altre 5 volte] |
43 | অন্য সব কুরিবোচিরা স্নুপির কাছ থেকে আমরা সান্তনা নেই, যারা বড়দিনের আগের সন্ধ্যায় তার কষ্টের কথা তুলে ধরে: | Altri kuribotchi trovano conforto in Snoopy, che probabilmente condivide la loro stessa condizione durante la Vigilia di Natale: |
44 | - time (@timesa100) November 27, 2014 | - time (@timesa100) November 27, 2014 |
45 | মনে হচ্ছে সে নিজেও বড়দিন একা একাই কাটাবে। | Sembra che anche lui passerà il Natale da solo |