# | ben | ita |
---|
1 | রাইজিং ভয়েসেস পৃথিবীর সেরা ব্লগের জন্য নির্বাচিত | Rising Voices proposto come miglior blog del mondo |
2 | গ্লোবাল ভয়েসেস এর নাগরিক মিডিয়া প্রসার প্রকল্প, রাইজিং ভয়েসেস নির্বাচিত হয়েছে ‘বেস্ট অফ দ্যা ব্লগস এওয়ার্ড' (বিওবি) এর ‘সেরা ওয়েবলগ' শ্রেনীর পুরস্কারের জন্য। | Rising Voices, progetto di citizen media partorito da Global Voices Online è stato proposto per il “Best of the Blogs Award” (B.O.B.) nella categoria “Miglior Weblog”. |
3 | ৮,৫০০ এর বেশী ওয়েবলগ প্রস্তাবিত হয়েছিল নিবাচনের জন্য আর একটা জুরি প্রত্যেক ১৬টা শ্রেনীর জন্য ১১টি করে ব্লগ প্রাথমিকভাবে নির্বাচন করেছেন। | Degli oltre 8.500 weblog nominati, la giuria ha selezionato gli 11 candidati finali in ciascuna delle 16 categorie. |
4 | যে কেউ তাদের প্রিয় ব্লগের জন্য অনলাইনে ভোট দিতে পারবেন ২৬ নভেম্বর ২০০৮ পর্যন্ত। | Si può votare per i propri favoriti fino al 26 Novembre 2008. |
5 | ডয়েশে ওয়েলে বিশেষ মনোযোগ দিতে চেয়েছে বিশ্বব্যাপী তথ্যের স্বাধীনতা আর তথ্যের বাধামুক্ত প্রকাশের প্রসারের জন্য। | Con questa iniziativa, Deutsche Welle intende portare l'attenzione sull'affermazione della libertà d'informazione e d'espressione nel mondo. |
6 | রাইজিং ভয়েসেস এমন একটি প্রকল্প যা পৃথিবীর বেশ কিছু কম প্রতিনিধিত্বের অঞ্চলের ডজনের উপর কমিউনিটি ব্লগিং প্রকল্পকে মাইক্রো-গ্রান্ট বা ক্ষুদ্র সহায়তা হিসেবে টাকা দিয়েছে (ধন্যবাদ নাইট নিউজ চ্যালেঞ্জের একটি সহায়তাকে)। | Dal 2004 il progetto Rising Voices ha fornito dei micro-fondi (basati sul sostegno economico della Knight News Challenge) per oltre una dozzina di progetti comunitari in alcune delle regioni meno rappresentate del mondo. |
7 | এই অভুতপূর্ব কমিউনিটির সদস্যদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বলিভিয়ার সামাজিক অশান্তির কথা জেনেছি ভোসে বলিভিয়ানাস এর ব্লগারদের মারফত, নাকুরু কেনিয়ার নতুন ব্লগারদের সম্পকে জানতে পেরেছি রিপ্যাক্টেড প্রোজেক্ট থেকে আর ব্লগিং দ্যা ড্রিম প্রোজেক্ট এর মাধ্যমে রোমানিয়া সম্পর্কে অনেক কিছু পড়েছি। | Grazie a quanti stanno dando vita a questo progetto collettivo, siamo venuti a sapere, ad esempio, dei sommovimenti sociali presenti in Bolivia tramite i blogger di Voces Bolivianas, abbiamo incontrato i nuovi blogger che a Nakuru, Kenya, portano avanti progetti quali REPACTED, e in Romania Blogging the Dream. |
8 | (এই ভিডিওটি দেখুন আর আপনি বুঝতে পারবেন কার জন্য ভোট দিতে হবে…) | (Guarda questo video, e saprai per chi votare!) |
9 | গত অক্টোবর ২৭ তারিখে পুরো রাইজিং ভয়েসেস কমিউনিটির কাছে একটা ইমেইলে (সাবস্ক্রাইব করুন এখানে) গ্লোবাল ভয়েসেস এর আউটরিচ ডাইরেক্টর ডেভিড সাসাকি বলেছেন: | In una email inviata il 27 ottobre all'intera comunità di Rising Voices (qui info per iscriversi alla lista), David Sasaki, responsabile delle attività esterne di Global Voices, ha scritto: |
10 | বিশ্বাস করুন: কোন দয়ালু ব্যক্তি রাইজিং ভয়েসেসকে (পৃথিবীতে!) সেরা ওয়েবলগ হিসাবে নির্বাচিত করেছেন এই বছরের বিওবি প্রতিযোগিতার জন্য। | Guarda un po' che roba: qualche anima pia ha proposto Rising Voices come Miglior Weblog (nel mondo!) per l'edizione in corso di BOBs. |
11 | (এটার মানে ব্লগের মধ্যে শ্রেষ্ট)। আমি নিশ্চিত আপনারা জানেন যে যতো ব্লগ আছে তত ব্লগ পুরষ্কার আছে, কিন্তু বিওবির প্রতিযোগিতা আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে স্বীকৃত। | Sono sicuro che molti di voi sanno bene come esistano una miriade di premi e concorsi per i blog, ma quello di BOBs ha ottenuto i maggiori apprezzamenti a livello internazionale. |
12 | আমরা অসম্ভব গর্বিত এতো ভাল ভাল ব্লগের সাথে একত্রে তালিকাভুক্ত হতে পেরে যেমন জেনেরাসিওন ওয়াই আর সায়েন্সবল্গস. ডিই। | Siamo incredibilmente orgogliosi di esser presenti in una lista di nomi illustri, insieme a Generación Y [sp] e Scienceblogs.de [ted]. |
13 | আপনারা এখানে ভোট দিতে পারেন আর এখানে ফলাফল জানতে পারেন। | Chiunque può votare qui, mentre i risultati sono disponibili qui. |
14 | বিওবি প্রতিযোগিতা আরবী, চাইনিজ, জার্মান, ইংরেজী, ফ্রেঞ্চ, ডাচ, ফরাসী, ইন্দোনেশিয়ান, পর্তুগীজ, রাশিয়ান আর স্প্যানিশ ভাষার ব্লগ আর পডকাস্টকে গ্রহন করে। আপনারা সব প্রস্তাবিত প্রার্থীদের একটা ওয়ার্ল্ড ম্যাপ পুরষ্কারের ওয়েবসাইটে দেখতে পারেন। | Il concorso di B.O.B. include blog, podcast e videoblog realizzati in arabo, cinese, tedesco, inglese, francese, olandese, farsi, indonesiano, portoghese, russo e spagnolo [purtroppo manca l'italiano, abbiamo chiesto lumi, forse sarà per il prossimo anno]. |
15 | গ্লোবাল ভয়েসেস এ কয়েকজন নির্বাচিত ভিডিও ব্লগার সম্পর্কে লিখেছেন জুলিয়ানা রিঙ্কন। | Questa mappa include tutti i candidati in corsa. Il post successivo presenta [it] alcuni dei candidati nella categoria videoblogger. |
16 | আপনাদের ভোট ২৬ নভেম্বর এর আগে দিতে ভুলবেন না! | Ricordatevi di votare (e far votare) entro il 26 Novembre! |