Sentence alignment for gv-ben-20120921-30657.xml (html) - gv-ita-20120901-65380.xml (html)

#benita
1চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্পTibet: controverso progetto di un mega-parco turistico a Lhasa
2পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে।Il mese scorso, il governo cinese ha annunciato che lancerà un progetto per un parco tematico in Tibet di 300 bilioni di Renminbi (4.7 bilioni di dollari USA) per attrarre turisti.
3প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে।Il parco sarà usato per girarvi il film La principessa Wenchang, storia sulla nipote di un imperatore della dinastia Tang che sposò un re tibetano.
4এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬. ৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত।Il parco si trova nei sobborghi della città di Lhasa e occuperà 800 ettari di terreno.
5তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে।I dissidenti tibetani hanno descritto il progetto come la “Disneyizzazione del Tibet” [en], più che una genuina condivisione e preservazione della cultura tibetana.
6রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত।Mettendo da parte i dibattiti politici ed ideologici, anche all'interno del gruppo dei cinesi Han, lo sviluppo del progetto è altamente controverso.
7সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন:L'utente di Sina Weibo @1690737580 ha pubblicato alcune foto [zh] sul luogo assegnato al parco tematico, e ha confessato di aver provato una grande compassione per la perdita di un tale ambiente a favore dello sviluppo:
8সিজিয়াওলিন গ্রাম।Villaggio di Cijiaolin.
9ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০Foto dell'utente Sina @1690737580
10সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।Il villaggio di Cijiaolin dista solo 2 kilometri dalla città di Lhasa.
11কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন।Come narra la leggenda, qui è dove la principessa Wenchang e i suoi servitori si sistemarono.
12এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান।Questo è uno spot meraviglioso per i tibetani per prendersi del tempo.
13এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত।E' circondato dalle montagne e dai fiumi, con una larga parte di prateria.
14আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন।Da qui si può vedere il Potala [en], formalmente la principale residenza del Dalai Lama.
15তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক - প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক - এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে।Nel giro di tre anni, tale scenario sarà rimpiazzato da un cosiddetto parco culturale, il parco tematico della Principessa Wencheng, con hotel a 4 stelle.
16অবশ্যই পর্যটনের উন্নয়নের কিছু সুবিধা আছে। তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক।Certamente ci saranno dei vantaggi nello sviluppo del turismo, ma spero veramente che tutto rimanga lo stesso.
17নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে।Il micro-blog Netease ospita un forum [zh] per raccogliere le opinioni dei cittadini.
18এর সমর্থনে (বলেছেন):Alcune opinioni a favore:
19@০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই।@0147739241: Voglio esprimere il mio supporto per Lhasa.
20এটি অবশ্যই একটি ভালো প্রকল্প।Deve essere un buon progetto.
21সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না।Il governo non può essere l'unico investitore, è un invito per altri investimenti.
22এটা বিনিয়োগের একটি আহবান। এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে।Non solo ciò aiuterà lo sviluppo del turismo locale, ma anche la costruzione di molti altri progetti come strade e ponti.
23এটা জনগণের জন্যে ভাল।Scenario positivo per il popolo.
24লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে।Lhasa sarà promossa come luogo di turismo internazionale.
25@বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল।@bayniwffg: È bene dotarsi di un patrimonio.
26শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে।Ma non sono sicuro se i fondi andranno veramente dalla parte giusta o saranno sprecati.
27এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই।Abbiamo ancora molti bambini che sono affamati e che non possono permettersi di andare a scuola.
28নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো:Di seguito invece alcune opinioni di cittadini contrari al progetto:
29লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ।Il Potala di Lhasa è sempre stata un'attrazione turistica in Tibet.
30ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ)Foto dell'utente Flickr Jamie Barras (CC: NC-SA)
31@এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়।@xsccld187: Non dovremmo costruire un parco tematico.
32লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ।Lhasa è ricca di risorse naturali, di peculiarità etniche e culturali.
33পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই।Non c'è bisogno di usare parchi tematici e costruzioni artificiali per attrarre turisti.
34প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে।Se il progetto fallisse, rovinerebbe l'immagine positiva di Lhasa e il numero di turisti calerebbe.
35অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে।Alla fine sarà uno spreco.
36@৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন।@410753237: Quando abbiamo bisogno di denaro per una giusta causa, piangete e dite che siete così poveri.
37(অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা।Per un caotico progetto come questo avete tutto il denaro.
38@ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া।@ratpetty: Il motivo per visitare il Tibet è quello di avvicinarsi al paradiso e al mondo spirituale, di sperimentare la purezza della fede circondati dalle montagne e dai fiumi.
39আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না।Vogliamo vedere la vita reale del Tibet e non le costruzioni artificiali e volgari sotto l'eufemismo di cultura e arte.
40৩০হাজার কোটি রেনমিনবি?300 bilioni di Renminbi?
41এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন।Spendeteli per il popolo e miglioratene i mezzi di sussistenza.