# | ben | ita |
---|
1 | চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্প | Tibet: controverso progetto di un mega-parco turistico a Lhasa |
2 | পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। | Il mese scorso, il governo cinese ha annunciato che lancerà un progetto per un parco tematico in Tibet di 300 bilioni di Renminbi (4.7 bilioni di dollari USA) per attrarre turisti. |
3 | প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে। | Il parco sarà usato per girarvi il film La principessa Wenchang, storia sulla nipote di un imperatore della dinastia Tang che sposò un re tibetano. |
4 | এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬. ৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত। | Il parco si trova nei sobborghi della città di Lhasa e occuperà 800 ettari di terreno. |
5 | তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে। | I dissidenti tibetani hanno descritto il progetto come la “Disneyizzazione del Tibet” [en], più che una genuina condivisione e preservazione della cultura tibetana. |
6 | রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত। | Mettendo da parte i dibattiti politici ed ideologici, anche all'interno del gruppo dei cinesi Han, lo sviluppo del progetto è altamente controverso. |
7 | সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন: | L'utente di Sina Weibo @1690737580 ha pubblicato alcune foto [zh] sul luogo assegnato al parco tematico, e ha confessato di aver provato una grande compassione per la perdita di un tale ambiente a favore dello sviluppo: |
8 | সিজিয়াওলিন গ্রাম। | Villaggio di Cijiaolin. |
9 | ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ | Foto dell'utente Sina @1690737580 |
10 | সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। | Il villaggio di Cijiaolin dista solo 2 kilometri dalla città di Lhasa. |
11 | কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন। | Come narra la leggenda, qui è dove la principessa Wenchang e i suoi servitori si sistemarono. |
12 | এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান। | Questo è uno spot meraviglioso per i tibetani per prendersi del tempo. |
13 | এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত। | E' circondato dalle montagne e dai fiumi, con una larga parte di prateria. |
14 | আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন। | Da qui si può vedere il Potala [en], formalmente la principale residenza del Dalai Lama. |
15 | তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক - প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক - এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে। | Nel giro di tre anni, tale scenario sarà rimpiazzato da un cosiddetto parco culturale, il parco tematico della Principessa Wencheng, con hotel a 4 stelle. |
16 | অবশ্যই পর্যটনের উন্নয়নের কিছু সুবিধা আছে। তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক। | Certamente ci saranno dei vantaggi nello sviluppo del turismo, ma spero veramente che tutto rimanga lo stesso. |
17 | নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে। | Il micro-blog Netease ospita un forum [zh] per raccogliere le opinioni dei cittadini. |
18 | এর সমর্থনে (বলেছেন): | Alcune opinioni a favore: |
19 | @০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই। | @0147739241: Voglio esprimere il mio supporto per Lhasa. |
20 | এটি অবশ্যই একটি ভালো প্রকল্প। | Deve essere un buon progetto. |
21 | সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না। | Il governo non può essere l'unico investitore, è un invito per altri investimenti. |
22 | এটা বিনিয়োগের একটি আহবান। এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে। | Non solo ciò aiuterà lo sviluppo del turismo locale, ma anche la costruzione di molti altri progetti come strade e ponti. |
23 | এটা জনগণের জন্যে ভাল। | Scenario positivo per il popolo. |
24 | লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে। | Lhasa sarà promossa come luogo di turismo internazionale. |
25 | @বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল। | @bayniwffg: È bene dotarsi di un patrimonio. |
26 | শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে। | Ma non sono sicuro se i fondi andranno veramente dalla parte giusta o saranno sprecati. |
27 | এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই। | Abbiamo ancora molti bambini che sono affamati e che non possono permettersi di andare a scuola. |
28 | নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো: | Di seguito invece alcune opinioni di cittadini contrari al progetto: |
29 | লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ। | Il Potala di Lhasa è sempre stata un'attrazione turistica in Tibet. |
30 | ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ) | Foto dell'utente Flickr Jamie Barras (CC: NC-SA) |
31 | @এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়। | @xsccld187: Non dovremmo costruire un parco tematico. |
32 | লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ। | Lhasa è ricca di risorse naturali, di peculiarità etniche e culturali. |
33 | পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই। | Non c'è bisogno di usare parchi tematici e costruzioni artificiali per attrarre turisti. |
34 | প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে। | Se il progetto fallisse, rovinerebbe l'immagine positiva di Lhasa e il numero di turisti calerebbe. |
35 | অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে। | Alla fine sarà uno spreco. |
36 | @৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন। | @410753237: Quando abbiamo bisogno di denaro per una giusta causa, piangete e dite che siete così poveri. |
37 | (অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা। | Per un caotico progetto come questo avete tutto il denaro. |
38 | @ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া। | @ratpetty: Il motivo per visitare il Tibet è quello di avvicinarsi al paradiso e al mondo spirituale, di sperimentare la purezza della fede circondati dalle montagne e dai fiumi. |
39 | আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না। | Vogliamo vedere la vita reale del Tibet e non le costruzioni artificiali e volgari sotto l'eufemismo di cultura e arte. |
40 | ৩০হাজার কোটি রেনমিনবি? | 300 bilioni di Renminbi? |
41 | এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন। | Spendeteli per il popolo e miglioratene i mezzi di sussistenza. |