# | ben | ita |
---|
1 | মরোক্কো: মারাকেশের প্রথম মহিলা মেয়রকে উদযাপন | Marocco: primo sindaco donna a Marrakesh |
2 | দুই সপ্তাহ আগে মরোক্কোর নির্বাচন বিষ্ময়কর ফলাফল এনেছে আর তা মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়েছে, যা হিশাম তার লেখায় বলেছেন। | Le elezioni municipali tenutesi due settimane fa in Marocco hanno prodotto risultati sorprendenti e sono perciò state accolte da reazioni contrastanti, come fa notare [in] anche Hisham in un post. |
3 | তেমনই একটা ফলাফল ছিল মারাকাশের মেয়র হিসাবে প্রথমবারের মতো একজন নারীর নির্বাচন। | Uno di questi risultati è l'elezione di una donna, per la prima volta nella storia del Marocco, alla carica di sindaco di Marrakesh. |
4 | ফাতেমা জাহারা মানসুরি, যিনি আইন পড়েছেন, কেবলমাত্র দ্বিতীয় নারী যিনি মরোক্কোতে কোন পদে এসেছেন (আসমা চাবি, এসাউরার মেয়র, ২০০৩ থেকে প্রথম ছিলেন)। | Fatima Zahra Mansouri, laureata in giurisprudenza, diventa così la seconda donna del Paese a ricoprire questa posizione (la prima è stata Asma Chaâbi, sindaco di Essaouira dal 2003). |
5 | ব্লগাররা মানসুরির ব্যাপারে বেশী উৎসাহী ছিলেন। | La maggior parte dei blogger ha accolto positivamente la vittoria della Mansouri. |
6 | জনপ্রিয় ব্লগার দ্যা ভিউ ফ্রম ফেজ এই সংবাদ দিয়েছেন: | Uno dei più noti, The View From Fez, è stato tra i primi a dare la notizia [in]: |
7 | গত সোমবার ৩৩ বছরের একজন আইনজীবি প্রথম (মহিলা) মেয়র নির্বাচিত হয়েছেন মারাকাশের, যা মরোক্কোর একটি বড় শহর আর পর্যটন এলাকা। | Lunedì un'avvocato 33enne è diventato la prima donna sindaco di Marrakesh, una delle principali città del Marocco nonché importante meta del turismo internazionale. |
8 | মিউনিসিপাল কাউন্সিল ভোটে ফাতেমা জাহারা মানসুরি আগের প্রবীন মেয়র ওমার জাজৌলিকে ৫৪ বনাম ৩৫ ভোটে হারিয়েছেন, আর এর ফলে এসাউরার মেয়র আসমা চাবির পরে মরোক্কোতে দ্বিতীয় নারী মেয়রের পদাধিকার পেয়েছেন। | Con 54 voti contro 35, l'assemblea comunale di lunedì ha decretato la vittoria di Fatima Zahra Mansouri sul sindaco uscente Omar Jazouli; la donna diventa così la seconda marocchina a ricoprire tale ruolo dopo Asmaa Chaâbi, sindaco di Essaouira. |
9 | মাঘরেব ব্লগও মন্তব্য করেছেন: | Anche Maghreb Blog ha rilanciato così [in]: |
10 | মারাকেশ থেকে খবর: লাল শহরের নগর কাউন্সিল সভায় মরোক্কোর প্রথম নগর মহিলা মেয়র নির্বাচিত হয়েছেন আজকে। | Un rapido aggiornamento da Marrakesh: oggi, durante il consiglio comunale della città rossa [it], è stato eletto il primo sindaco donna del Marocco. |
11 | অথেন্টিসিটি আর মর্ডারনিটি দলের ফাতেমা জাহরা আল মাসাউরি, ৩৩ বছরের আইনজীবি, পরের ছয় বছরের জন্য দায়িত্ব নেবেন ওমার জাজৌলির স্থলে যিনি মারাকেশের দায়িত্বে ছিলেন ১২ বছর ধরে। | Fatema Zahra al-Mansouri, avvocato di 33 anni membro del Partito dell'Autenticità e della Modernità [in], amministrerà la città per i prossimi sei anni prendendo il posto di Omar Jazouli, sindaco di Marrakesh per 12 anni. |
12 | আল আরাবিয়া জানিয়েছে প্যামের এসজি শেখ বিয়াদেল্লাহ কি বলেছেন: “আধুনিক মরোক্কোর চিত্রের প্রতিফলন”। | Un articolo di al-Arabiya [in] riporta una dichiarazione di Sheikh Biyadellah, Segretario Generale del PAM: “riflette l'immagine di un Marocco moderno.” |
13 | টুইটার জগতও মানসুরির নির্বাচন আর আরো কিছু নারীর কাউন্সিলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। | Anche i membri della twitter-sfera hanno reagito positivamente alla vittoria della Mansouri, oltre alla presenza di parecchie altre donne in varie posizioni dell'amministrazione comunale. |
14 | জেরুজালেম থেকে: | Da Gerusalemme [in]: |
15 | গত শুক্রবার মরোক্কোর স্থানীয় নির্বাচনে ৩,৪০৬ জন মহিলা নির্বাচিত হয়েছে। যাএ মধ্যে এই জিন্স পরা মহিলাও রয়েছে। | [venerdì scorso in Marocco 3.046 donne sono state elette nei consigli comunali, compresa questa ragazza in jeans e maglietta …] |
16 | মরোক্কান ‘টুইপ' আব্দেলাইলাহ বুকিলি উল্লেখ করেছেন যে যদিও মাত্র দুই জন মরোক্কোন নারী মেয়র আছেন, ছোট শহরে বেশ কিছু মরোক্কোন নারী গুরুত্বপূর্ণ পদে আছেন, আর জানিয়েছেন: | Abdelilah Boukili, “tweep” dal Marocco, fa giustamente notare che, sebbene le donne sindaco finora siano soltanto due, ci sono anche altre donne al potere in piccole città poiché [in]: |
17 | @জিলিয়ানইয়র্ক মরোক্কোতে মেয়র মানে যে সব শহরের ৩৫০,০০০ এর ও বেশী লোক আছে তার প্রধান | [In Marocco, il termine sindaco si applica ai presidenti di consigli municipali in comuni con più di 350.000 abitanti.] |