Sentence alignment for gv-ben-20120518-26640.xml (html) - gv-ita-20120515-59677.xml (html)

#benita
1চীন: ওয়েইবো ব্লগিং মঞ্চে রাজনৈতিক স্থানCina: quale spazio politico per la piattaforma di microblogging Weibo?
2শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ঝাও ডিংজিন সম্প্রতি পূর্ব চীনের সাধারণ বিশ্ববিদ্যালয়ে “ওয়েইবো, রাজনৈতিক স্থান এবং চীনের উন্নয়ন” শিরোনামে একটি বক্তৃতা দেন।Il professore di Sociologia della Chicago University Zhao Dingxin [en] ha recentemente tenuto un discorso dal titolo “Weibo, Political Space and China Development” [en, “Weibo, spazio politico e sviluppo della Cina”], presso la East China Normal University.
3সুপরিচিত একটি চীনা মাইক্রো ব্লগিং মঞ্চ, ওয়েইবোর প্রযুক্তি এবং প্রকৃতিগত সংযোজন বিষয়ে ঝাওয়ের রক্ষণশীলতা চীনা ব্লগারদের মধ্যে বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি করেছে।Le riserve di Zhao sulla natura e sulle configurazioni tecnologiche di Weibo - una famosa piattaforma cinese di microblogging che sta a metà tra Twitter e Facebook - hanno alimentato il dibattito e le riflessioni tra i blogger del Paese.
4ওয়েইবো বিষয়ক আলোচনাRiflessioni su Weibo
5ঝাওয়ের বক্তৃতা স্থানীয় সংবাদপত্র ডংফ্যাং ডেইলি'তে (নেটইজ মাধ্যম হয়ে) [ঝংওয়েন- চীনা ভাষায়] আংশিকভাবে লিপিকৃত এবং প্রকাশিত হয়েছে।Il discorso di Zhao è stato parzialmente trascritto e pubblicato sul quotidiano locale Dongfang Daily (tramite NetEase [zh]).
6নিচে লিপিকৃতটির একটি নির্বাচিত অংশের অনুবাদ দেয়া হলো:Di seguito possiamo leggere una selezione, tradotta, del suo discorso:
7ওয়েইবো একটি সম্পূর্ণ গণতান্ত্রিক কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণযোগ্য যোগাযোগ পদ্ধতি।Weibo è uno strumento comunicativo democratico e altamente manipolatorio al tempo stesso.
8এটা গণতান্ত্রিক এই অর্থে যে ব্যবহারকারীকে শুধুমাত্র কয়েকটি বাক্য লিখতে হয়। কেউ শুধু একবার প্রবেশ (লগইন) করতে জানলেই গুণগতমান যাই হোক না কেন লেখা শুরু করতে পারেন।Democratico perché l'utente ha solo bisogno di scrivere qualche frase: una volta che ha imparato come accedere, può cominciare a scrivere, e non importa la qualità di ciò che scrive.
9এটা নিয়ন্ত্রণযোগ্য এই অর্থে যে এটি প্রতিটি কণ্ঠের জন্যে সম চরিত্রের ভোট নিবন্ধন করে না… কোন ব্যক্তির অনেক অর্থ বা নির্দিষ্ট প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ থাকলে বিবর্ধিত এবং মিথ্যে জনমত তৈরি করার জন্যে তিনি অনলাইন বাহিনী ভাড়া করতে পারেন।È invece manipolatorio perché a ciascuna voce non corrisponde un ugual peso…Se una persona possiede molti soldi o controlla una certa tecnologia, questa può assumere un esercito online per ingigantire la sua opinione e creare opinioni pubbliche falsate.
10হস্তক্ষেপের সুযোগ বিশাল।In tal modo, lo spazio per la manipolazione risulta molto ampio.
11পর্দার সম্মুখের এবং অন্তরালের আচরণের মধ্যে পার্থক্যই আমাদের সামাজিক রীতি-নীতিকে প্রকাশ করে।La distinzione tra i comportamenti tenuti in pubblico (front-stage) e i comportamenti tenuti in privato (back-stage) caratterizza il principio delle nostre condotte sociali.
12তবে ওয়েইবোতে পর্দার সম্মুখের এবং পর্দার অন্তরালের সীমারেখাটি ঝাপসা হয়ে গিয়েছে।Tuttavia, su Weibo, la linea tra back-stage e front-stage è stata offuscata.
13তাই ওয়েইবোতে সমাজ সম্পর্কিত বক্তব্যগুলোকে পর্দার সামনের আচরণ হিসেবে গণ্য করা উচিৎ।Le parole su Weibo sono dirette alla società e dovrebbero quindi essere considerate come un comportamento front-stage.
14তবে অনেক ওয়েইবো ব্যবহারকারী তাদের নিজস্ব সামাজিক বৃত্তে চলাফেরা করে না এবং এসব ব্যবহারকারী পরস্পরের সত্যিকারের চেহারাটাও চেনে না।Tuttavia, molti utenti di Weibo non frequentano personalmente le loro cerchie sociali [virtuali] e non si conoscono davvero l'un l'altro.
15একারণে তারা গালি দিতে এবং চোখে দেখার চাপ এড়িয়ে যেতে পারে।Per questo possono dire parolacce e allontanarsi dal condizionamento del gruppo.
16এই অর্থে ওয়েইবোর প্রকাশ্য পরিমণ্ডল পর্দার অন্তরালকে পর্দার সম্মুখে রূপান্তরিত করে ফেলেছে।In tal senso, la sfera pubblica di Weibo ha trasformato i comportamenti privati degli utenti in comportamenti pubblici.
17এটাই ওয়েইবোতে [প্রতীয়মান] মৌখিক সহিংসতা এবং অশালীন ভাষার কাঠামোগত ব্যাখ্যা।Questa è la spiegazione strutturale della violenza verbale e del [manifesto] linguaggio offensivo utilizzato su Weibo.
18কিছুটা অর্থে মানুষ ওয়েইবোর প্রকাশ্য পরিমণ্ডলে গুস্তাভে লে বন বর্ণিত “দঙ্গল”-এর মতো আচরণ করে।In qualche modo, nella sfera pubblica di Weibo le persone si comportano come la descrizione che Gustave Le Bon [it] fa della “folla”.
19একদিকে তারা কর্তৃত্বশীলতার বিরোধী আবার অন্যদিকে তারা কর্তৃত্বশীলতার পূজারী।Sono contro l'autorità da un lato, e la lodano dall'altro.
20কিছু কিছু কট্টর ওয়েইবো সমর্থক চীনা সাংস্কৃতিক বিপ্লবের রেডগার্ডের মতো আচরণ করছে: সব কিছু ছিঁড়ে-খুঁড়ে সবকিছু সন্দেহের মধ্য ফেলে দিচ্ছে, আবার একইসাথে কেউ নেতার [এখানে মাও জেডং] কর্তৃত্ব বিরোধিতা করলে তাকে আক্রমণ করছে।Alcuni fanatici di Weibo agiscono come le Guardie Rosse nella Rivoluzione Culturale: demolendo tutto e mettendo tutto in dubbio, ma attaccando allo stesso tempo chiunque si opponga all'autorità [in questo caso di Mao Tzedong] [it] del leader.
21ঝাও উল্লেখ করেন যে ওয়েইবোতে বেশিরভাগ বিতর্কই ভাবাদর্শগত এবং এ বিষয়টিকে ব্যাখ্যা করতে তিনি বিখ্যাত চীনা লেখক হ্যান হ্যানের ভাড়াটে লেখক কেলেংকারীকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন::Zhao evidenzia come la maggior parte dei dibattiti su Weibo siano di carattere ideologico e utilizza lo scandalo del ghostwriter di Han Han [en] come esempio per spiegare il suo pensiero:
22প্রথমে আমি এই বিতর্কের মূল বিষয়টিকে মুল্য বিচারের চেয়ে বরং সত্য-মিথ্যার ব্যাপার মনে করেছিলাম।Inizialmente, credevo che il problema nodale di questo dibattito fosse una questione di vero o falso piuttosto che di giudizi di valore.
23তারপর আমি দেখলাম যে যারা লেখককে সমর্থন করে তাদের তিন ধরনের চরিত্রে বিভক্ত করা যেতে পারে।Poi ho scoperto che coloro che sostengono lo scrittore potrebbero essere divisi in tre tipi di personalità.
24প্রথম দলটি উদারনৈতিক মৌলবাদী। তাদের হিসাবে তারা লেখককে তাদের জোটের এবং কেলেংকারীটিকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বিবেচনা করে।I primi sono fondamentalisti liberali: considerano lo scrittore come un loro alleato e vedono lo scandalo come una cospirazione politica.
25এটা সত্য-মিথ্যার সমস্যার চেয়ে বরং একটি ভাবাদর্শগত বিষয়।È una questione ideologica più che un problema di vero o falso.
26দ্বিতীয় দলটি লেখকের ভক্ত।I secondi sono i fan dello scrittore.
27বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রী ছাড়াই লেখক বনে গিয়ে আটপৌরে ধনী ব্যক্তিদের চেয়ে ভিন্ন, চমৎকার একটি জীবনযাত্রা; অনেক অল্পবয়সীরা লেখককে পূজা করে এবং তাকে রক্ষা করা তাদের দায়িত্ব মনে করে।Uno scrittore senza una laurea universitaria, uno stile di vita tranquillo e diverso dalle tipiche persone ricche: molti giovani adorano lo scrittore e si ritengono responsabili della sua difesa.
28প্রকৃতিগতভাবে তাদের এধরনের আচরণ ধর্মীয়।Un tale comportamento è religioso per natura.
29তৃতীয় ধরনের মানুষের কাণ্ডজ্ঞান নেই। তারা অলৌকিকে বিশ্বাস এবং প্রচলিত জ্ঞানকে ঘৃণা করে।I terzi sono le persone prive di senso comune: credono nei miracoli e detestano le conoscenze da tutti condivise.
30ঝাও বিশ্বাস করেন এই ধরনের অসঙ্গত জনতুষ্টির মনোভাব মূলটি সাংস্কৃতিক বিপ্লব, শিক্ষায় মানবিক বিষয়গুলোর মধ্যে দিক-নির্দেশনার অভাব, মূলধারার মিডিয়া সম্পর্কে জনগণের সন্দেহপ্রবণতা এবং একটি গণভোক্তা সমাজের সংস্কৃতির ফলে মূলভূখণ্ডের চৈনিক সমাজের ভেঙ্গে পড়া মূল্যবোধ ব্যবস্থার গভীরেই প্রোথিত।Zhao ritiene che un tale irrazionale sentimento popolare affondi le sue radici nella disintegrazione del sistema di valori in atto nella società della Cina continentale, come risultato della Rivoluzione Culturale, della mancanza di indicazioni orientative per le discipline umanistiche [it] nel campo dell'istruzione, dello scetticismo delle persone nei confronti dei media tradizionali e della cultura di una società contemporanea di massa.
31অনলাইন প্রতিক্রিয়াReazioni online
32কিছু কিছু চীনা নেটনাগরিক ঝাওয়ের পর্যবেক্ষণের সাথে একমত পোষণ করে।Alcuni netizen cinesi non concordano con le osservazioni di Zhao.
33উদাহরণস্বরূপ, ব্লগার জুয়ো ঝিজিয়ান উল্লেখ করেছেন [চীনা ভাষায়]:Ad esempio, il blogger Zuo Zhiiian scrive [zh]:
34এটা সত্যি যে ওয়েইবোতে [বিভিন্ন জিনিষ প্রবর্তনের] একটি ‘বাণিজ্যিক বাহিনী” রয়েছে।È vero che esiste un “esercito commerciale” [che pubblicizza le cose] su Weibo.
35তবে ওয়েইবো যে একটি খোলামঞ্চ এবং বাক স্বাধীনতার বাজার ঝাও সেই ধারণাটিকে বাদ দিয়ে দিয়েছেন… বিবিএস [বুলেটিন বোর্ড সিস্টেম]-এর চেয়েও ওয়েইবোতে ‘বাহিনী'কে সনাক্ত করা আরো সহজ।Ma Zhao ha omesso il fatto che Weibo è una piattaforma aperta e un mercato di libertà di parola…è più facile distinguere l'“esercito” su Weibo che quello del BBS [Bulletin Board System] [it].
36‘অনলাইন বাহিনী'কে প্রকাশ্য বুদ্ধিজীবীদের তুলনায় সাধারণ নেটনাগরিকদের আলাদা করার ক্ষমতা কম নয়।La capacità dei cittadini comuni di distinguere l'”esercito online” non è inferiore a quella degli intellettuali pubblici.
37বাস্তবে বিভিন্ন অনলাইন মঞ্চে তাদের ‘বাহিনী'র বিরুদ্ধে সংগ্রামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।Hanno anzi una lunga esperienza nel combattere contro il suddetto “esercito” attraverso diverse piattaforme online.
38টিভি ও রেডিও সম্প্রচারের তুলনায় ওয়েইবোতে দর্শকদের নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন।Quando lo si confronta con le trasmissioni televisive e radiofoniche, vediamo che su Weibo è molto più difficile manipolare il pubblico.
39ঝাও ওয়েইবোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা যে কঠিন সে ব্যাপারে একমত। তবে একারণেই প্রকাশ্য বুদ্ধিজীবিদের খোলা মঞ্চে আরো বেশি করে যোগদান করার প্রয়োজনের উপর তিনি জোর দেন:Zuo concorda sul fatto che è difficile sviluppare il consenso tramite Weibo ma sottolinea che è proprio questa la ragione per cui gli intellettuali pubblici dovrebbero impegnarsi di più nelle piattaforme aperte.
40ওয়েইবোর সীমাবদ্ধতা জেনে রাজনীতিবিদ এবং প্রকাশ্য বুদ্ধিজীবীদের আরো বেশি করে জড়িত হতে এবং মঞ্চটির উন্নত সুবিধা ব্যবহার করার জন্যে সাহায্য করতে হবে।Conoscendo le restrizioni di Weibo, i politici e gli intellettuali famosi dovrebbero essere più partecipi, contribuendo all'utilizzo dei punti di forza della piattaforma.
41অনুমান থেকে মানুষকে মুক্ত করার জন্যে রাজনীতিবিদদের সঠিক সরকারী তথ্য প্রদান করতে হবে।I politici dovrebbero fornire informazioni pubbliche accurate, per evitare ogni possibile dubbio o congettura da parte delle persone.
42বুদ্ধিজীবীদের উচিৎ ওয়েইবোর প্রকৃতি নিয়ে আলোচনায় জড়িত না হয়ে এর ছড়িয়ে দেয়ার ক্ষমতাকে ব্যবহার করা।Gli intellettuali dovrebbero fare uso del potere distributivo di Weibo piuttosto che intrappolarsi nel dibattito sulla sua natura.
43এই মঞ্চটি জনগণের জড়িত হওয়ার জন্যে। বিশেষ করে চীনে যেখানে আমাদের বাক স্বাধীনতার স্থানের অভাব, ওয়েইবো আমাদের একমাত্র মঞ্চ।Si tratta di una piattaforma per istruire le persone, in Cina in modo particolare dove, con la mancanza di spazio per la libertà di parola, Weibo è diventato l'unica piattaforma disponibile.
44চীনে বিতর্কের চেয়ে জ্ঞানদান প্রকল্প বেশি গুরুত্বপূর্ণ। এখন যখন বুদ্ধিজীবীরা জনতুষ্টি প্রবণতা সম্পর্কে সচেতন, তার মানে হলো এখন কঠোর শ্রম দিতে হবে।In Cina, il progetto di diffusione della cultura è più importante del dibattito, ora che gli intellettuali sono consapevoli della tendenza populista.
45চীনা বুদ্ধিজীবীরা বর্তমানে যে পরিবেশের সম্মুখীন সেটা আমাদের পূর্বসূরিদের চেয়ে ভিন্ন, এখন আমাদের ইন্টারনেট আর খোলা একটি মঞ্চ আছে।Ciò significa che devono lavorare duro. L'ambiente che gli intellettuali stanno attualmente affrontando è molto diverso rispetto a quello dei nostri predecessori; noi abbiamo Internet, una piattaforma aperta.
46বুদ্ধিজীবীদের মৌলিক পন্থাটি হবে বুঝে নিয়ে সক্রিয়ভাবে সরঞ্জামের(টুল) ব্যবহার করা।La lezione indispensabile da imparare per gli intellettuali è quella di comprendere e usare attivamente questo strumento.
47ব্লগার শান গু'র দৃষ্টিভঙ্গী জুয়ো ঝিজিয়ানের সমালোচনার সঙ্গে প্রতিধ্বনিত হয়ে [চীনা ভাষায়] একটি খোলা মঞ্চ হিসেবে ওয়েইবোর প্রকৃতির আরো গভী্রে দৃষ্টিপাত করেছে:L'opinione del blogger Shan Gu fa eco [zh] alle critiche di Zuo Zhijian e va più in profondità nella natura di Weibo come piattaforma aperta:
48ওয়েইবো স্থানটি অত্যন্ত বৈচিত্রপূর্ণ।Lo spazio di Weibo è altamente diversificato.
49উঁচুমানের এবং নিম্নমানের সংস্কৃতি, সৌন্দর্য এবং কদর্যতা, সত্য এবং গুজব যুগপৎ বিদ্যমান।Cultura di alto e di basso livello, bello e brutto, verità e pettegolezzo coesistono.
50তবে প্রচলিত মিডিয়ার তুলনায় ওয়েইবোর খুব ভাল মেমরি (স্মৃতিভাণ্ডার) কার্যকারিতা রয়েছে।Tuttavia, quando lo confrontiamo con i media tradizionali, Weibo ha una funzione di ottima memoria.
51আমাদের যদি প্রমাণ করতে হয় যে একটি প্রচলিত মিডিয়া দুই বছর আগে মিথ্যা কথা বলেছে তবে আমাদের এর আর্কাইভ খূঁড়ে বের করতে হবে।Se dobbiamo dimostrare che un media tradizionale ha detto una bugia due anni fa, dobbiamo scavare dentro il suo archivio.
52একজন ওয়েইবো নেতা দুই বছর আগে মিথ্যা কথা বলেছে সেটা প্রমাণ করতে হলে আমাদের শুধু কীবোর্ডে খোঁচা দিতে হবে।Se dobbiamo invece dimostrare la bugia che un intellettuale ha detto su Weibo due anni fa, abbiamo solo bisogno di premere la nostra tastiera.
53ওয়েইবোতে অনেক গুজব থাকলেও সময়ের সাথে সাথে সেগুলো পরিষ্কার হয়ে যাবে।Nonostante su Weibo circolino un sacco di rumors, questi verranno presto chiariti.
54মিথ্যা, গুজব এবং অন্যান্য হস্তক্ষেপকারী কর্ম শেষ পর্যন্ত একটি তামাশায় পরিণত হবে।Bugie, voci infondate e altre azioni manipolatorie alla fine verranno ridicolizzate.
55লে বন বর্ণিত “ভিড়” যৌথ উপস্থিতির প্রভাবের উপর জোর দেয়।La descrizione della folla fatta da Le Bon sottolinea l'effetto della “presenza collettiva”.
56কোন ব্যক্তি একটি যৌথ উপস্থিতিতে থাকলেই কেবল তার যুক্তিহীন আবেগ বিবর্ধিত হয়ে সেটা তার ব্যক্তিগত আচরণের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।Solo quando una persona si trova in gruppo, le sue emozioni irrazionali saranno amplificate e prenderanno il controllo dei comportamenti individuali.
57ইন্টারনেটে যুক্তিহীন আবেগের এধরনের কোন যৌথ উপস্থিতি নেই এবং সেটা আর বিবর্ধিত হতে পারে না।Su Internet, le emozioni irrazionali non hanno questo tipo di “presenza collettiva” e non potrebbero essere ulteriormente ingrandite.
58এটি তখন চার অক্ষর [অভিশাপ] আকারের শব্দে প্রকাশিত হয়।L'emozione si esprime per mezzo di parolacce.
59এমনকি তাদের ছোট একটি অংশও কোন ব্যবস্থা গ্রহণ করে, সেই পদক্ষেপটিও হবে খুব উপযোগবাদী হিসেব ভিত্তিক।Anche se una minoranza di loro intraprende delle azioni, queste saranno basate su un calcolo molto utilitaristico.
60পার্থক্যটি বুঝার জন্যে আমরা তুঙ্গে উঠা একটি ফুটবল ম্যাচ একটি পেল্লায় ভিড়ের সাথে দেখা আর ডজনখানেক বন্ধুর সাথে টিভির পর্দায় তা দেখার সঙ্গে তুলনা করতে পারি।Per comprendere la differenza, possiamo confrontare l'effetto emozionale del guardare una partita di calcio con una grande folla in un campo sportivo e guardarla attraverso uno schermo televisivo con una dozzina di amici.
61ওয়েইবোর প্রকাশ্য পরিমণ্ডলের অন্তর্নিহিত হুমকিটি গুটিকয়েক “ষড়যন্ত্রকারীর” হাতে নেই, সেটা রয়েছে রাষ্ট্রযন্ত্রের হাতে।La minaccia di fondo della sfera pubblica di Weibo non si trova nelle mani di qualche “cospiratore” ma nella macchina statale.
62শুধু রাস্ট্রের নিয়ন্ত্রণ খরচ এবং কার্যকারিতার উপর নির্ভরশীল তা হবে না।Solo il controllo dello Stato non sarà ristretto da costi ed efficacia.
63এর একচেটিয়া ক্ষমতা একে স্থান-কালের সীমাবদ্ধতা অতিক্রম করে আধিপত্য অর্জনের জন্যে প্রভাব সৃষ্টি করা পর্যন্ত বিস্তৃতির সুযোগ করে দেয়।Il suo potere monopolizzato consente alla sua influenza di estendersi oltre le restrizioni spazio-temporali e di raggiungere il dominio.
64নেটনাগরিকদের যদি প্রভাবিত করতে হয়, তবে হুমকিটি ওয়েইবো মঞ্চ থেকে সৃষ্টি হবে না, বরং তা করতে হবে মঞ্চটির বাইরে থেকে জোর খাটিয়ে।Se i netizen vengono manipolati, la minaccia non deriva dalla piattaforma di Weibo, ma dalla forza coercitiva esterna alla piattaforma stessa.
65অধ্যাপক ঝাও ডিংজিনেং দৃষ্টিভঙ্গী বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের [অনুভূতির] প্রতিফলন ঘটিয়েছে।Il punto di vista del Professor Zhao Dingxin riflette la sua [sensazione di] superiorità intellettuale.
66তার দৃষ্টিতে “নেটনাগরিকরা” যুক্তিহীন, সহজেই ব্যবহৃত হওয়ার মতো এবং কাণ্ডজ্ঞানহীন।Ai suoi occhi, i netizen sono irrazionali, facilmente manipolati e privi di senso comune.
67হ্যান হ্যানের অনুরাগীদের বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞানকে ধর্মদ্রোহী করেছে (তারা তাকে অলৌকিক কিছু বা ধর্ম ভেবে সুরক্ষা দিয়েছে)… কিন্তু তিনি ভুলে গিয়েছেন যে একজন গুরুর “ভবিষ্যদ্বাণী”র “চর্চা” দিয়ে জনগণের উপর সাধারণ জ্ঞানের জনপ্রিয়তা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।[Crede che] L'intelligenza dei fan di Han Han è irriverente nei confronti delle conoscenze condivise (lo difendono come se fosse un miracolo o una religione)…. Ma ha dimenticato che la popolarizzazione di ciò che è comunemente conosciuto può essere raggiunta proprio dalla “coltivazione” della “profezia” di un guru sul pubblico.
68প্রকৃতই এটা করা সম্ভব শুধুমাত্র মুক্ত তথ্য প্রবাহের মাধ্যমে।E può essere attualizzata soltanto all'interno di una società aperta con un libero flusso di informazioni.
69La foto in miniatura che ritrae il Professor Zhao Dingxi è stata ripresa dal Dongfang Daily attraverso NetEase.