# | ben | ita |
---|
1 | ইরান: আহমাদিনেজাদের সমর্থকরা অনলাইনে তৃণমূল পর্যায়ের প্রচারণা শুরু করেছে | Iran: parte la campagna online di Ahmadinejad per la rielezione |
2 | ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী জুনের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে নাম লিখিয়েছেন। | Il presidente iraniano Mahmoud Ahmadinejad [it] si è candidato per le elezioni presidenziali di giugno. |
3 | তার প্রতিদ্বন্দ্বীদের মতো তিনিও অপেক্ষা করছেন কাউন্সিল অফ গার্ডিয়ানদের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহনের অফিসিয়াল সম্মতির জন্য। | Come i suoi rivali, ora è in attesa dell'approvazione ufficiale per partecipare alle elezioni da parte della Guardia del Consiglio [in]. |
4 | এরই মধ্যে আহমাদিনেজাদের সমর্থকরা দার এমতেদাদ মেহর নামে (মানে, ‘দয়াশীলতাকে অনুসরন করা') একটি মাল্টি মিডিয়া প্রচারণা শুরু করেছেন যা সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, ফেসবুক আর অন্যান্য অনলাইন মিডিয়াতে প্রচারিত হচ্ছে। | Nel frattempo, i sostenitori di Ahmadinejad hanno lanciato una campagna mediatica chiamata Dar Emtedad Mehr [far] (ovvero “Seguaci della gentilezza”) che interessa siti di sociali network quali Twitter, Facebook e simili. |
5 | নির্মাতাদের সম্পর্কে কোন তথ্য সাইটে নেই তাই এটা কারা সৃষ্টি করেছেন তাদের আসল পরিচয় অজানা, কিন্তু যে ৮০টি ব্লগ আহমাদিনেজাদকে সমর্থন করে তাদের নাম স্পষ্টভাবে দেয়া আছে। | Non esiste la pagina “Chi siamo” sul sito, per cui rimane ignota la vera identità del creatore (o creatori), ma nel sito vengono citati con enfasi 80 blog che supportano Ahmadinejad. |
6 | ওয়েবসাইটটি খুবই সক্রিয় আর আহমাদিনেজাদের সমর্থকদের নানা ধরনের সুযোগ দেয় প্রচারণায় অংশগ্রহনের আর তথ্য পাওয়ার। | Il sito web è altamente interattivo e fornisce diverse opportunità per i sostenitori di Ahmadinejad di coinvolgersi nella campagna e ricevere infiormazioni. |
7 | এই সাইট ইউটিউবে আপলোড করা আহমাদিনেজাদের ভাষণের ভিডিও আর বিভিন্ন শহরে তার ভ্রমণ সম্পর্কে আপডেট করছে টুইটার, ফেসবুক বা এসএমএস বার্তার মাধ্যমে। | Il sito offre notizie aggiornate sui discorsi di Ahmadinejad e sulle sue visite in varie città disponibili su YouTube rilanciate via Twitter [far], Facebook [far] o messaggi SMS. |
8 | এই পর্যন্ত ১৫ জনের কম দার এমতেদাদ মেহর এর টুইটারের প্রচারণা ‘অনুসরণ' করেছেন। | Finora meno di 15 persone hanno “seguito” la campagna Dar Emtedad Mehr su Twitter. |
9 | এই সাইটের কিছু ভিডিও বাজনা দিয়ে খুবই আবেগপূর্ন করা হয়েছে, যেমন একটা যেখানে আহমাদিনেজাদ আরদাবিলে গরিব এক পরিবারের কাছে গিয়েছেন। | Alcuni dei video sul sito sono carichi di emozione e con sottofondo musicale, come quello in cui Ahmadinejad visita una famiglia povera di Ardebil [it]. |
10 | ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই পরিবারের বাবা এখনো ইরান- ইরাক যুদ্ধ থেকে প্রাপ্ত ক্ষতের কারনে ভুগছেন। | Apprendiamo che il padre di quella famiglia sta ancora soffrendo per una ferita infertagli durante la guerra Iran-Iraq [it]. |
11 | আহমাদিনেজাদের সমর্থকদের আহ্বান জানানো হয়েছে এই প্রচারণায় অংশগ্রহনের জন্য এসএমএস বার্তা পাঠিয়ে, ফোন করে আর প্রচারণার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে। | I sostenitori di Ahmadinejad sono invitati a coinvolgersi attivamente nella campagna tramite messaggi SMS, telefonate [far] partecipando di persona agli eventi della campagna [far]. |
12 | স্বেচ্ছাসেবক যারা তৃণমূল পর্যায়ে অংশগ্রহন করতে চান তারা একটা ফর্ম ভরে দিতে পারেন যেখানে তিনটা জায়গার মধ্যে তারা বেছে নেবেন কোথায় তারা আহমাদিনেজাদের প্রার্থীতার জন্য প্রচারণা করবেন: ১) স্কুল, ২) মসজিদ এবং ৩) জনবহুল জায়গা। | I volontari che vogliano partecipare in quest'attivismo di base possono riempire un modulo scegliendo tra 3 posti dove promuovere la candidatura di Ahmadinejad: 1-scuole, 2-moschee, 3-posti pubblici. |
13 | ব্লগারদেরকেও আমন্ত্রণ করা হয়েছে আহমাদিনেজাদের নির্বাচনের প্রতীক তাদের ব্লগে দেয়ার জন্য। | I blogger vengono inoltre invitati [far] a porre il logo elettorale di Ahmadinejad sui propri blog. |
14 | যখন আহমাদিনেজাদের সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়ে উঠছেন, ইরানী প্রেসিডেন্ট তার নিজের ব্লগ প্রায় এক বছর যাবত আপডেট করেননি। | Mentre i sostenitori di Ahmadinejad sono diventati attivi su diversi fronti virtuali, il presidente iraniano non aggiorna [in] il proprio sito da circa un anno. |