Sentence alignment for gv-ben-20101115-13369.xml (html) - gv-ita-20101118-26537.xml (html)

#benita
1ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণাCortometraggio colombiano vince concorso online sul consumo responsabile
2চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে।Il IV Concorso Internazionale online per il miglior cortometraggio sul consumo responsabile ha un vincitore [es, come tutti gli altri link].
3ইকোডেস এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার আয়োজক।
4স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে।A questo concorso, organizzato dall'ECODES e dalla Direzione Generale per il Consumo del Governo Aragonese, potevano partecipare produttori di cortometraggi dalla Spagna e dall'America, inviando video in spagnolo.
5এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে।Un cortometraggio colombiano è stato nominato vincitore tra 10 finalisti.
6নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও। এর নাম দি রিসিসেলেটা।I video provenivano da differenti regioni della Spagna, del Brasile e della Colombia.
7এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে। পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও।Il vincitore, La Recicleta (“ricicletta”, contrazione di riciclaggio e bicicletta), mostra come vivere al di sopra dei nostri mezzi possa costringerci ad azioni drastiche ma necessarie.
8পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক।Anche i due video successivi erano tra i finalisti.
9এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে।Il primo è intitolato Plastic ed è stato girato a Saragozza, Spagna.
10এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে।Ci mostra come delle buste di plastica, apparentemente insignificanti, possano impossessarsi delle nostre case.
11আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না।In un appartamento possiamo riporre altrove i sacchetti, ma sul pianeta non c'è un altro posto dove metterli:
12ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল।Individual Choice, dal Brasile, era un altro corto in concorso.
13এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব:Il filmato illustra come poter cambiare e migliorare quelle decisioni che prendiamo quotidianamente, se solo fossimo più responsabili e attenti:
14অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় জানতে পারবেন।Per vedere gli altri video e saperne di più sulle idee degli autori, nella pagina del concorso si trovano tutti i 10 finalisti e altre informazioni.