# | ben | ita |
---|
1 | ভারত: আহমেদাবাদে বোমা বিষ্ফোরণ | India: altri attentati ad Ahmedabad [display_podcast] |
2 | ব্যাঙালোরের বোমা হামলার ২৪ ঘন্টার মধ্যে গুজরাতের আহমেদাবাদে আর একটা সন্ত্রাসী হামলা হয়েছে যেখানে শহরের বিভিন্ন অংশে ১৬ টি বোমা বিষ্ফোরিত হয়েছে। | Ad appena 24 ore dagli attentati a Bangalore, oggi dalla città di Ahmedabad, nello stato del Gujarat, giungono notizie di testimonianze un nuovo attacco terroristico. Sedici esplosioni sono state avvertite in diversi quartieri della città. |
3 | ব্যান্গালোরের মতো বিষ্ফোরণ কম শক্তির ছিল আর প্রাথমিক সংবাদে জানা যাচ্ছে যে ১৮ জন মারা গেছে। | Pur trattandosi, come negli attentati di Bangalore, di esplosioni di entità limitata, secondo le prime notizie sarebbero 18 le persone uccise. |
4 | কিশলয় লিখেছেন: | Scrive Kishalaya sul suo blog: |
5 | আমার ভয় ঠিক প্রমাণিত হয়েছে, ব্যাঙালোর বিষ্ফোরণের কাছাকাছি সময় - শনিবার সন্ধ্যায় বেশ কিছু বোমা বিষ্ফোরণ আহমেদাবাদকে নাড়িয়ে দিয়েছে। | La mia più grande paura è diventata realtà; poco dopo le bombe di Bangalore, una serie di esplosioni concatenate ha colpito Ahmedabad questo sabato sera. |
6 | ব্যাঙালোরের বিষ্ফোরণের মত এটিও কম শক্তিশালি ছিল। | Proprio come quelle di Bangalore, anche in questo caso le deflagrazioni erano di bassa intensità. |
7 | ১০০ এর বেশী লোক আহত হয়ে হাসপাতালে আছে। | Sembra ci siano oltre cento feriti, già portati in ospedale. |
8 | নিরাপত্তার অভাব নিয়ে মিউজিং ফ্রম চেন্নাই লিখেছে: | Su Musings from Chennai si parla dell'assenza di misure di sicurezza. |
9 | স্থানীয় সরকারের উচিত পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা, তাদেরকে সিসিটিভি ক্যামেরা দেয়া, ফোন মনিটরিং করা আর সবার আগে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া যাতে তারা অন্য কাজ না করে অপরাধ দমন করতে সময় দিতে পারে। | Il Governo statale dovrebbe darsi da fare a modernizzare le forze di polizia, equipaggiandole con telecamere a circuito chiuso, dispositivi di intercettazione telefonica, e sopratutto permettere loro di occuparsi in piena indipendenza della lotta alla criminalità anziché dover seguire cose di poco conto. |
10 | আমি স্থানীয় সরকারকে দোষ দেয়ার কোন কারন দেখি না - আমি স্থানীয় এজেন্সি কর্তৃক বিভিন্ন রাজ্যে প্রেরীত সতর্কতা বার্তা পাঠানোর কোন মানে দেখি না - এগুলো রুটিন সর্তকতা - যার কোন মূল্য নেই। | Non vedo perchè prendersela col Governo centrale - non capisco nemmeno come mai le agenzie federali dichiarino di aver messo in allerta le autorità statali. Si tratta di informazioni di routine, senza alcun valore specifico. |
11 | পাগালগাই নামে একটা ফোরামে একজন ব্যবহারকারী জিজ্ঞেস করেছে যে ভারতীয় শহরে এতো কম সর্তকতা ব্যবস্থার জন্য কে দায়ী: | Su un forum di discussione denominato pagalguy, un utente si chiede chi vada ritenuto responsabile delle scarse condizioni di sicurezza delle città indiane. |
12 | কিন্তু আমরা কি আসলে মনে করি যে তাদেরকে এইসব বিষ্ফোরণ এবং হিংস্রতার জন্য দায়ী করা যায়? | Pensiamo davvero che si debba dare loro tutta la colpa di questi attentati, di tale barbarie? |
13 | নিরাপত্তা সংস্থার পক্ষে কি আমাদের দেশের ১০০ কোটি নাগরিকদের নজরদারি করা সম্ভব? | È davvero possibile per le agenzie di sicurezza controllare i movimenti di oltre un miliardo di cittadini? |
14 | দায়িত্বশীল ভারতীয় হিসাবে আমদের কি কোন দায়িত্ব নেই? | In quanto cittadini responsabili, non abbiamo anche noi dei doveri da compiere? |
15 | এই ধরনের অবস্থায় আমরা কি করব? | Cosa facciamo in simili situazioni? |
16 | এটা কি ঠিক যে ঘটনার পর কিছু কথা বলে আবার আগের মতো জীবনে ফিরে যাওয়া? | Credete basti fare un gran casino dopo l'attentato, e poi tornarsene alla vita di sempre? |
17 | ইন্ডিয়ামাইক নামে আর একটি ফোরামে একজন ব্যবহারকারী, যে বিষ্ফোরণস্থলের কাছে ছিল, লিখেছে: | In un altro forum chiamato IndiaMike, un utente, che vive nei pressi della zona delle esplosioni, scrive: |
18 | আমার বাড়ি (মানিনগর) এর কাছে একটা খুব জোরে শব্দ শুনলাম আর অমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এটা কিসের শব্দ? | … Ho sentito un enorme ‘boom' poco fa, vicino a casa nostra (Maninagar), così ho chiesto a mia moglie cosa fosse successo. |
19 | এখন টিভিতে খবর দেখছি। | Ora stiamo seguendo i telegiornali. |
20 | আমার ভায়রা বিষ্ফোরণ স্থলের খুব কাছে থাকে। | Mio cognato vive proprio vicino al luogo dove è scoppiata una delle bombe. |
21 | সৌভাগ্যবশত: পুরো পরিবার নিরাপদ আছে । | Per fortuna tutta la famiglia sta bene. |
22 | এর আগে বিষ্ফোরণ নিয়ে কখনও চিন্তা করিনি। | Finora non avevo mai pensato alla possibilità di attentati… |
23 | টিভিতে সাম্প্রতিক সব খবর ও চিত্র দেখাচ্ছে এবং গতকালের মতই অনেকে টুইটার ব্যবহার করে খবর দিচ্ছে। | Mentre le testate televisive indiane diffondono le notizie man mano che affiorano, come già accaduto ieri, qualcuno continua a darsi da fare su twitter. |
24 | সিয়াব নামে একজন টুইটার ব্যবহারকারি জানাচ্ছে - “আহমেদাবাদ বিস্ফোরণের ঘটনাটা দেখ: সংবাদ মাধ্যমে খবর আসার আগে থেকেই মানুষ এটি সংক্রান্ত তথ্য (ইন্টারনেটে) দেয়া শুরু করেছে..।” | L'utente Siyab fa notare: “voglio dire, pensate alle esplosioni di Ahmedabad, la gente ha cominciato a dare aggiornamenti prima ancora che i siti dei giornali dessero la notizia…”. |
25 | ওদিকে রেট্রিবিউশনস জিজ্ঞেস করছেন কেন বোমা বিস্ফোরণের পর জাতিগত শান্তির ব্যাপারটি নিয়ে কথা বলা হচ্ছে। | Intanto Retributions si domanda perchè si diffondano ancora appelli alla calma dopo tutti questi attentati. |
26 | ইন্ডিয়ান রাক্সা নিরাপত্তাহীনতার ব্যাপারটি তুলে ধরার ব্যর্থতা নিয়ে লিখছে এবং দেখাচ্ছে এই ধরনের একটি আক্রমনের পর সাধারণত: কি ঘটনাগুলো ঘটে: | Infine, sul Indian Raksa si ricorda come il sistema indiano non sia riuscito ad occuparsi delle falle nell'apparato di sicurezza, ribadendo la tipica successione di eventi di ogni attentato: |
27 | * মুল আক্রমণ * শান্ত থাকার জন্যে আহ্বান * নিন্দা জ্ঞাপন * অন্যের উপর দোষ চাপানো * ‘বিদেশী হাত' আছে এটি সন্দেহ করা * কিছু গ্রেফতার | * L'attentato * L'appello alla calma * La condanna * Lo scaricabarile (che a quanto pare difettava a Shantanu [re di Hastinapura nell'opera epica Mahābhārata] ) * Il sospetto di una “partecipazione straniera” * Gli arresti |
28 | …অনেক বছর বিচার কার্য চলার পর গ্রেফতারকৃতদের সাজা হয়, তারপর রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া হয়, এগুলো সরকারী অফিসের ফাইলে পরে থাকে। ওদিকে এই বিচার আরও ক্রোধ এবং সমালোচনার জন্ম দেয় যা আরও এই ধরনের বিস্ফোরণ ঘটাতে প্ররোচনা দেয়। | … gli arrestati vengono quindi processati e condannati a morte, o messi in galera dopo processi che durano parecchi anni, poi partono le petizioni per la grazia presidenziale, che rimangono in pendenza in qualche remoto archivio degli uffici governativi. |
29 | পরবর্তীতে কোন প্লেন হাইজ্যাক বা গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের (অথবা তার সন্তানদের) অপহরন করার পর বিনিময় হিসেবে চাওয়া হয় এইসব গ্রেফতারকৃতদের মুক্তি, এবং ছাড়া পাওয়ার পর এরা আবার এইধরনের আক্রমণের পরিকল্পনা করে। | Oppure, lo stesso procedimento giudiziario suscita sommovimenti popolari che portano a nuovi attentati, oppure i condannati vengono rilasciati come riscatto per qualche personaggio importante, o in cambio di suo figlio o sua figlia, o dei passeggeri di un aereo dirottato. Infine i terroristi liberati si dedicano alla pianificazione di nuovi attentati. |