Sentence alignment for gv-ben-20110120-14945.xml (html) - gv-ita-20110120-29930.xml (html)

#benita
1তিউনিশিয়া: ব্লগার এবং প্রাক্তন রাজনৈতিক বন্দীর মন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্তিTunisia: blogger ed ex prigioniero politico diventa Ministro
2তিউনিশিয়ার বিপ্লব মনে হচ্ছে প্রতিদিন অজস্র বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে।La rivoluzione tunisina sembra portare con sé una serie di dosi quotidiane di sorprese.
3গতকাল, প্রধানমন্ত্রী মোহামেদ গোহাননাউচি অর্ন্তবর্তীকালীন মন্ত্রীসভার ঘোষণা দেন, এই অন্তবর্তীকালীন সরকারে বিরোধী দলের লোক রয়েছে, কিন্তু একই সাথে সেখানে পুরোনো সরকারের লোক রয়ে গেছে।Lunedì 17 gennaio, il Primo Ministro tunisino Mohamed Ghannouchi ha annunciato la formazione di un governo di transizione che prevede al suo interno sia membri dell'opposizione sia figure provenienti dal vecchio regime.
4বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেই সমস্ত মন্ত্রীর হাতে রয়ে গেছে যারা বিতাড়িত রাষ্ট্রপতি জিনে এল আবেদিন বেন আলির সরকারের অংশ ছিল। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, এবং অর্থ মন্ত্রণালয়।Alcuni dei Ministeri chiave, tra cui quelli di Affari Esteri, Interni, Difesa e Finanza, restano nelle mani di Ministri già in carica durante il governo del Presidente deposto Zine El Abidine Ben Ali.
5তবে এই মন্ত্রীসভার সম্ভবত সবচেয়ে বড় চমক, বিশেষ করে নেট নাগরিকদের জন্য বিস্ময়টি ছিল ব্লগার, অ্যাকটিভিস্ট এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক সালিম আমামাউ-এর ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার ঘটনা।La sorpresa più grande, soprattutto per i netizen, è forse l'annuncio della nomina di Slim Amamou [en, come tutti gli altri link eccetto ove diversamente indicato], blogger, attivista e collaboratore di Global Voices, a Ministro della Gioventù e dello Sport.
6সালিম (@সালিম৪০৪) টুইটারে এই সংবাদটি প্রকাশ করেন::Lo stesso Slim (@Slim404) ha dato la notizia [fr] su Twitter:
7আমি ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিSono Ministro della Gioventù e dello Sport :)
8ফরাসী এক রেডিওকে প্রদান করা সাক্ষাৎকারে, সালিম ব্যাখ্যা করেন, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করার কয়েক ঘন্টা আগে, তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার প্রস্তাব দেওয়া হয়। তিনি এই প্রস্তাব গ্রহণ করেন, কারণ স্বাভাবিকভাবে তিনি তার স্বদেশের পুনর্নির্মাণে আগ্রহী।In un'intervista con una radio francese, Slim ha raccontato che la proposta gli era stata avanzata diverse ore prima che venisse annunciata la composizione del nuovo governo, e la decisione di accettare è stata la scelta più naturale per chi, come lui, vuole partecipare alla costruzione del Paese.
9এর সাথে তিনি যোগ করেন,“ তিউনিশিয়ায় গণতন্ত্র স্থায়ী হতে আরো দশ বছর সময় লাগতে পারে।Slim ha aggiunto che “saranno necessari almeno 10 anni per istituire una democrazia stabile in Tunisia”.
10যখনই সালিম-এর নিয়োগ পাবার সংবাদ সবার মাঝে ছড়িয়ে পড়ে, সাথে সাথে টুইটারে অজস্র প্রতিক্রিয়া আসতে থাকে।Una volta resa publbica la nomina di Slim, Twitter è stato inondato dalle reazioni.
11উষ্ণ অভিনন্দন-এর সাথে, এই ঘটনায় কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মত প্রকাশ করেন যে সালিম অন্তবর্তীকালীন সরকার থেকে বের হয়ে আসুক, অন্যরা সন্দেহের ঊর্ধ্বে তাকে এই কাজের অনুমতি দিতে প্রস্তুত।Alle calorose congratulazioni, sono seguiti anche pareri molti discordanti: alcuni vogliono che Slim esca dal governo, altri invece sono più propensi a concedergli il beneficio del dubbio.
12লেবাননের @এনটিসা (আন্টোন ইসা) লিখেছে :Dal Libano, @Antissa (Antoun Issa) scrive:
13@সালিম৪০৪-কে অভিনন্দন, কারগার থেকে একেবারে তিউনিশিয়ার মন্ত্রীসভায়।Congratulazioni a @slim404, è passato dalla detenzione al governo.
14হয়ত, পরবর্তী আরব ব্লগার সম্মেলন তিউনিশিয়ায় অনুষ্ঠিত হবে? #সিদিবোউজিদ।Forse la prossima Conferenza dei blogger arabi dovrebbe tenersi in Tunisia?
15@টিকাপথ্রিল (আই.#sidibouzid
16বুশরা) এর উত্তর দিচ্ছে:@TeaCupThrills (i.bushra) risponde:
17@এন্টোনইসা, এই ঘটনায় অভিনন্দন জানানোর কিছুই নেই।@antissa Non c'è niente di cui congratularsi.
18যদি কিছু ঘটে থাকে, তা হচ্ছে সে তার আত্মা বিক্রি করে দিয়েছে।Semmai, bisogna dire che ha venduto l'anima.
19হায়, তাদের প্রত্যেকেই তা বিক্রি করে দিয়েছে।La faccenda mi sembra un po' sospetta.
20@কিকুকোলোকো (গানট্রোন) টুইট করেছে:Purtroppo… @kikukoloko (Gontran) rilancia [fr]:
21@সালিম৪০৪, আমি আশা করছি #তিউনিশিয়ায় আপনাকে যে বিশাল দায়িত্ব প্রদান করা হয়েছে, তা আপনাকে নষ্ট করে ফেলবে না, এবং আজ আপনি যে ব্যক্তিত্বের কারণে এই পদে আসীন হয়েছেন, আশা করি সেই ব্যক্তিটি থাকবেন। ?@slim404 Spero che non ti monterai troppo la testa per il nuovo ruolo e che resterai la stessa persona che è riuscita ad arrivare dove sei adesso ;)
22ইয়াসিন আইয়ারি, সালিমের বন্ধু এবং এ অধিকার আন্দোলনের পুরোনো সাথী। তিনি এই ভিডিও পোস্ট করেছেন [আরবী ভাষায়] এবং ব্যাখ্যা করছেন, কেন তিনি তার পুরোনো বন্ধুর সরকারে যোগদানের সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করেন না।Yassine Ayari, amico e vecchio compagno di attivismo di Slim, pubblica un video dove si rivolge direttamente a Slim e spiega perché consideri poco sensata la sua decisione di far parte del governo.
23তিনি বলেন:Yassine dice:
24সালিম, আপনি এর চেয়ে ভালো কিছু পাবার দাবিদার।Slim, meriti qualcosa di meglio.
25যে সব ব্যক্তিরা আজ আপনাকে এই পদ প্রদান করছে, তাদের কোন বৈধতা নেই।Chi ti ha offerto questa posizione non ha nessuna legittimità.
26তারা আমাদের মত ইন্টারনেট অ্যাকটিভিস্টের কণ্ঠস্বর রোধ করার জন্য আপনাকে ব্যবহার করছে।Ti stanno usando per mettere a tacere gli attivisti online.
27সালিম আমামাউ টুইটারে এর উত্তর প্রদান করেছেন:Su Twitter, Slim Amamou così replica [fr] a Yassine:
28@ইয়াসাইয়ারি, আমি আমার কাজ করে যাব এবং আমার সাথে তোমার মত পার্থক্য থাকবে, তা আমি ধরেই নিয়েছি।@yassayari Farò il mio lavoro e sono sicuro che, come al solito, tu non sarai d'accordo.
29আমরা সবসময় এভাবেই কাজ করে এসেছি।Tra di noi è sempre andata in questo modo.
30@ইয়াসাইয়ারি, ভিন্নতা, মত পার্থক্য… এসব আসলেই ভালো জিনিস।@yassayari La varietà, le differenze, non possono essere che cose positive.
31তিউনিশিয়ায় আমরা এ সবে অভ্যস্ত নই, কিন্তু আমরা তিউনিশিয়াকে সেখানে নিয়ে যাব। ?Non siamo abituati a questo in Tunisia, ma recupereremo in fretta ;)
32মিশরীয় @মফাত্তা৭ (মোহামেদ আবদেলফাত্তাহ) তাকে জিজ্ঞেস করছে:Dall'Egitto, @mfatta7 (Mohamed Abdelfattah) chiede:
33@সালিম৪০৪, কেন আপনি এই স্বনির্বাচিত প্রহসনের সরকারের অধীনে এই পদ গ্রহণ করলেন?@slim404 Perché hai accettato un posto in questo governo-farsa non eletto dal popolo?
34@মারিয়ামএকায়া (মারিয়াম) লিখেছে:@mariamekea (Mariam) scrive:
35আমি এই ঘটনার বিচার করতে চাই না, কিন্তু তিনি সেই শাসক গোষ্ঠীর কাছে আত্মসমর্পন করল, যারা তাকে প্রথমেই জেলে ভরেছিল।Non voglio giudicare nessuno, ma Slim si è appena sottomesso a quello stesso regime che prima l'aveva messo in galera.
36মরোক্কোর@ইবনকাফকা (ইবন কাফকা) এর জবাব দিচ্ছে:Dal Marocco, @IbnKafka (Ibn Kafka) risponde:
37@মারিয়ামএকায়া: বিপ্লবের সময় যেহেতু সে আরসিডি দলের অংশ ছিল না, সে কারণে আমি তাকে এই অভিযোগের বাইরে রাখবে।@mariamekea: Dato che prima della rivoluzione non faceva parte dell'RCD [il partito di Ben Ali], gli concederò il beneficio del dubbio.
38@ইফিকারা (সামি বেন ঘারবিয়া) লিখেছে:@ifikra (Sami Ben Gharbia) scrive:
39আন্তরিক এক বন্ধু হিসেবে, আমি @সালিম৪০৪, তোমাকে অনুরোধ করব, সেই সব লোকদের সহযোগিতা করো না, যারা তিউনিশিয়ার নাগরিকদের হত্যা করেছে, নিজেকে পরিষ্কার রাখ, একজন নাগরিক হয়ে থাক।Come tuo caro amico, ti chiedo di non accettare di collaborare con chi ha ucciso dei tunisini, rimani pulito, rimano un cittadino come gli altri #SidiBouzid
40#সিদিবোউজিদ #SidiBouzid অবশেষ, @ মাহিদলামলোম (মেহেদি লামলোম) লিখেছে:Per finire, @MehdiLamloum (Mehdi Lamloum) fa notare [fr]:
41@সালিম৪০৪ এর নিয়োগ বড় ধরনের এক বিতর্কের সৃষ্টি করেছে…। এটা হচ্ছে সেই ঘটনা, যাকে আমরা বলছি মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র…. ।La nomina di @Slim404 suscita grande controversia … ecco ciò che definiamo libertà d'espressione e democrazia…