Sentence alignment for gv-ben-20121215-33463.xml (html) - gv-ita-20121205-70834.xml (html)

#benita
1আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের জন্য ভোটAfrica: si vota per le sette meraviglie naturali
2আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের উদ্দেশ্য নাগরিকদের ভোট দেওয়ার জন্য এক বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, বর্তমানে যার ভোট প্রদান চলছে।È partito l'annuale concorso aperto a tutti per votare le sette meraviglie dell' Africa: questo il sito [en, come tutti i link seguenti, eccetto dove diversamente indicato] per votare.
3সেভেন ন্যাচারাল ওয়ান্ডার নামের বৈশ্বিক এক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই মুহূর্তে আফ্রিকা মহাদেশের ১২টি এলাকা এতে অন্তর্ভুক্ত।Il concorso è organizzato dai volontari dell'organizzazione Seven Natural Wonders e al momento comprende 12 località di tutto il continente africano.
4তালিকায় যে সমস্ত এলাকা এবার জায়গা করে নিয়েছে এবং যে সমস্ত এলাকা জায়গা করে নিতে পারেনি, তাদের সম্বন্ধে জানুন।Di seguito un breve elenco dei candidati, e altre proposte non scelte quest'anno.
5ওকাভাঙ্গো বদ্বীপ, বাৎসোয়ানাDelta dell'Okavango, Botswana
6ওকাভাঙ্গো বদ্বীপে জলহস্তীর গোসল,ওকাভাঙ্গো বিশ্বের সর্ববৃহৎ স্থল বদ্বীপ, ছবি জনের, উইকিপিডিয়া থেকে সিসি লাইসেন্স-এর দ্বারা প্রকাশ করা হয়েছে।Ippopotami nelle acque del Delta di Okavango, in Botswana, il più esteso delta del mondo in un entroterra (Foto di John su Wikipedia, per gentile concessione)
7ওকাভাঙ্গো বদ্বীপ এলাকা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থল বদ্বীপ এলাকা, ওকাভাঙ্গো নদীর উপত্যকায় বৃষ্টির পানিতে এই বদ্বীপের সৃষ্টি হয়।Il Delta dell'Okavango è il più grande delta interno del mondo, creato dalle piogge che riempiono il fiume Okavango.
8নামিবিয়ার সরকার এখানে একটি জলবিদ্যুৎ স্টেশন তৈরি করার কথা চিন্তা করছে যা কিনা ওকাভাঙ্গো নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিবেশবাদীদের শঙ্কা এই যে, প্রকল্পটি বদ্বীপ এলাকার বেশীরভাগ জলজ উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট করবে।Il governo Nabimiano ha in programma di costruire una centrale idroelettrica che andrebbe a regolare il flusso dell'Okavango, ma gli ambientalisti temono che questo progetto possa distruggere la maggior parte della fauna e della flora del Delta.
9লোহিত সাগরের নীচের শৈলশিরা, মিশর, সুদান এবং ইরিত্রিয়াLa barriera corallina del Mar Rosso, Egitto, Sudan e Eritrea
10লোহিত সাগর হচ্ছে ভারত মহাসাগরের পানির দ্বারা সৃষ্টি একটি অংশ, যা কিনা আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত।Il Mar Rosso, una sacca dell'Oceano Indiano, è ubicato tra l'Africa e l'Asia.
11এর নিচে যে শৈলশিরা রয়েছে তা মিশর, সুদান এবং ইরিত্রিয়ার ১,২৪০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এই এলাকায় প্রায় ১,১০০ প্রজাতির মাছের আবাস ।La barriera corallina si estende per circa 2.000 chilometri lungo le coste dell'Egitto, del Sudan, e dell'Eritrea e contiene più di 1.100 specie di pesci.
12লোহিত সাগরের আনিথা গোল্ডফিশ, ছবি উইকিমিডিয়া কমন্স-এর, পাবলিক ডোমেইন-থেকে নেওয়া।Anthia dorata nel mar Rosso (foto di dominio pubblico su Wikimedia Commons).
13মাউন্ট কেনিয়া, কেনিয়াIl monte Kenya, Kenya
14মাউন্ট কেনিয়ার দেওয়াল, ছবি রাদু ভাটকু-এর (সিসি বাই -৩.Una parete del Monte Kenya (foto di Radu, dominio pubblico su Wikimedia Commons)
15০) মাউন্ট কেনিয়া হচ্ছে কেনিয়ার সর্বোচ্চ এবং কিলিমানজারোর পর আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা।Il Monte Kenya è la più alta montagna del Kenya e la seconda più alta dell'Africa, dopo il Kilimangiaro.
16হাজার বছর ধরে এই পর্বতমালা তার শিখরে বরফের টুপি পড়ে আছে।La sua cima è stata ricoperta da un ghiacciaio per migliaia di anni.
17মাউন্ট কেনিয়ার প্রতিবেশ ব্যবস্থা ২০ লক্ষের বেশী মানুষের কাছে সরাসরি পানি পৌঁছে দিচ্ছে। বাওবাবস এভিনিউ,মাদাগাস্কারConosciuto anche con il nome di Kirinyaga o Kerenyaga, il monte Kenya ha un ecosistema che provvede direttamente al fabbisogno di acqua di una popolazione che conta oltre due milioni di persone.
18বাওবাবস এভিনিউ, মারোনডাভা, মাদাগাস্কার-এর স্থানীয় জনতা।Il parco è visitato ogni anno da più di 16.000 turisti.
19ছবি উইকিমিডিয়া কমন্সের (সিসি বাই -এসএ -৩.Il viale dei Baobab, Madagascar
20০) । দি এভিনিউ অফ দি বাওবাসো (বাওবাব নামক বৃক্ষের সড়ক) পশ্চিম মাদাগাস্কারের মেনাবে এলাকার মারোন্দাবা এবং বেলোনি-ই ত্রিশিরিবিহিনি নামক এলাকার মাঝামাঝিতে অবস্থিত।
21এটি হচ্ছে বাওবাব গাছের এক এলাকা, যার মধ্যে কয়েকটা ৮০০ বছরের পুরোনো, সেগুলো প্রায় ৩০ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই বিশেষ প্রজাতির গাছ মাদাগাস্কারের এখন বিপন্ন প্রায়।Il viale dei Baobab, a Morondava, in Madagascar (foto di dominio pubblico su Wikimedia Commons). Il viale dei Baobab [it] si trova tra Morondava e Belon'i Tsiribihina nella regione del Menabe, a ovest del Madagascar.
22এই এলাকা সম্প্রতি সংবাদে উঠে আসে কারণ এই এলাকায় দবানাল ছড়িয়ে পড়ে যা কিনা বিশাল গাছের পাশে সদ্য রোপণ করা চারা পুড়িয়ে ফেলে।I Baobab sono alberi che hanno come minimo otto secoli, sono alti circa 30 metri ed è una specie caratteristica di questa zona del Madagascar.
23বেমারাহা স্টোন ফরেস্ট, মাদাগাস্কার মাদাগাস্কারের তাসিনিগাই দে বেমারাহা স্ট্রিক নেচার (রুক্ষ) সংরক্ষিত এলাকা।Tale località è balzata alle cronache per via di un incendio esteso a macchia d'olio, che ha bruciato esemplari piantati da poco intorno agli alberi più vecchi.
24ছবি উইকিপিডিয়ার (সিসি বাই -৩.Riserva naturale di Bemaraha, Madagascar
25০) তাসিনিগাই দে বেমারাহা এটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকা, যা মাদাগাস্কারের মেলাইকা অঞ্চলের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত।La Riserva naturale integrale Tsingy di Bemaraha (foto di dominio pubblico su Wikimedia Commons).
26এই প্রাকৃতিক পাথুরে উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এক সংরক্ষিত এলাকা।Tsingy di Bemaraha [it] è una riserva naturale che si trova vicino alla costa ovest del Madagascar, nella regione del Melaky.
27আর এই স্টোন ফরেস্ট-এর প্রধান আকর্ষণ হচ্ছে লাইমস্টোন নামে পরিচিত পাথরের ছুঁচালো পাথরসমূহ যা কিনা ভুপৃষ্ঠের অভ্যন্তরের পানি এবং বায়ুর সংঘর্ষের সৃষ্টি ক্ষয়ের কারণে তৈরি হয়েছে।Il parco nazionale è patrimonio dell'umanità dell'Unesco, e l'attrazione principale è la foresta di pietre formata da spuntoni di roccia calacarea che sono dovuti all'opera di erosione di acqua e vento.
28জুমা রক, নাইজেরিয়াLa Roccia Zuma, Nigeria
29আবুজার কাছে জুমা রক নামের পাথর। ছবি ফ্লিকারের জেফ আত্তাওয়াই-এর (সিসি বাই-২.La roccia Zuma vicino ad Abuja (foto di Jeff Attaway per gentile concessione di FlikR).
30০) জুমা রক হচ্ছে ৭২৫ মিটার উঁচু একটা মনোলিথ পাথর, যা কিনা নাইজেরিয়ায় আবুজার রাস্তার পাশে অবস্থিত।La roccia Zuma è un monolito alto 725 metri scoperto in Nigeria sulla strada diretta alla capitale, Abuja.
31এর অপর নাম আবুজার প্রবেশ পথ, মূলত আবুজায় যাবার পথ এখান থেক শুরু।Il suo soprannome, infatti, è ‘Uscita per Abuja' che deriva dalla stessa strada.
32ফার্নেস পিক, রিইউনিয়ন আইল্যান্ড।Il Picco della Fornace, Isola di Réunion
33এপ্রিল ২০০৭-এ চূড়ায় উদগিরণ, ছবি ফ্লিকাররে জাতিক-এর (সিসি বাই এনসি-এসএ)Eruzione sul picco, aprile 2007 (foto di zatiqs per gentile concessione di FlikR).
34লো পতি দে লা ফরনিসে ( আগ্নেয় চূড়া) একটি মুখগহ্বর ঢাকা আগ্নেয়গিরি যা কিনা ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পশ্চিমে অবস্থিত।Il Picco della Fornace è un vulcano a forma di scudo situato nella parte orientale del'isola di Réunion, in mezzo all'Oceano Indiano.
35আলড্রাব্রা এ্যাটোল, (প্রবাল প্রাচীর) সিশেলিসÈ tra i più attivi del mondo. L'Atollo di Aldabra, Seychelles
36আলডাব্রা আইল্যান্ড, সিশেলিস, ছবি ফ্লিকারের জন শ-এর (সিসি-বাই -২.L'isola di Aldabra, Seychelles (foto di Johny Shaw per gentile concessione di FlickR).
370)। আলডাব্রা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরাল প্রবাল প্রাচীর এবং সিশেলিসের দ্বীপের অংশ।Aldabra è [it] il secondo, per ordine di grandezza, atollo corallino del mondo e forma una parte delle isole Seychelles.
38আলডাব্রা হচ্ছে পুরোপুরি মানব হস্তক্ষেপমুক্ত এবং বিশ্বের অতিকায় কচ্ছপদের সর্ববৃহৎ বসতি।Aldabra è quasi interamente libera dalla presenza dell'uomo ed è il rifugio della più vasta popolazione di testuggini giganti[it].
39মাউন্ট কিলিমানজারো, তানজানিয়াIl Monte Kilimanjaro, Tanzania
40কিলিমানজারোয়-এর কিবো, ছবি ক্রিস ৭৩-এর (সিসি-এনসি-বাই)Panorama del Monte Kilimangiaro (foto di Chris, di dominio pubblico su Wikimedia Commons).
41কিলিমানজারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ এবং মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা ৫৮৯৫ মিটার।Il Kilimanjaro è la montagna più alta di tutta l' Africa [it] ed è la più alta vetta isolata [it] nel mondo per un totale di 5.895 metri.
42বর্তমানে কিলিমাজারোর বরফের স্তর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে এবং এর ক্রমশ পাতলা হয়ে যাওয়া, বিশ্বের মধ্য-নিম্ন দ্রাঘিমাংশের গ্লেসিয়ার-এর সঙ্কোচন-এর মত ঘটনা।L'attuale contrazione e assottigliamento del deposito di ghiaccio del Kilimanjaro è simile a quella degli altri ghiacciai nel mondo che si trovano a latitudini medio basse.
43বর্তমানে যে হারে বরফ গলছে, সেই অনুপাতে গলতে থাকলে ২০২২ থেকে ২০৩৩ সালের মধ্যে কোন এক সময়ে কিলিমানজারো পুরোপুরি বরফমুক্ত হয়ে পড়বে।Con questo ritmo, si prevede che i ghiacci del Kilimanjaro saranno completamente sciolti tra il 2022 e il 2033.
44নাগারোনাগারো ক্রাটার, তানজানিয়াIl cratere di Ngorongoro, Tanzania
45নাগারোনাগোরো ক্রার্টার এক তরুণ সিংহ শিকারে ব্যস্ত। উইকিমিডিয়ার ছবি তুলেছে ব্রোকেন ইনাগ্লোরি (সিসি বাই ৩.Un esemplare di giovane leone a caccia di zebre sul cratere di Ngorongoro (foto di Brocken di dominio pubblico su Wikimedia Commons).
46০) নাগোরোনাগোরো ক্রাটার বিশ্বের বৃহৎ, অভগ্ন এবং উন্মোচিত হয়নি এমন এক আগ্নেয় গর্ত, যা কিনা তানজানিয়ার উচ্চভুমি আরুশার পশ্চিমে অবস্থিত।Il cratere di Ngorongoro [it] è l'estremità di un'estesa caldera vulcanica, ovvero una depressione ininterrotta, di origine fluviale, situata ad occidente di Arusha nella zona dei crateri delle Highlands in Tanzania.
47এই ক্রাটার বা আগ্নেয় গর্ত পূর্ব আফ্রিকার বনভূমির প্রায় সকল প্রজাতির আবাসভুমি, এক হিসেব অনুসারে এই এলাকার মধ্যে প্রায় ২৫,০০০ জন্তু বাস করে।Il cratere ospita quasi tutte le specie di fauna selvatica dell'Africa orientale, con una stima di 25 mila animali dentro il singolo cratere.
48সেরেঙ্গাতি মাইগ্রেশন, তানজেনিয়াLa Migrazione nel Serengeti, Tanzania
49ওয়াইল্ডবিস্ট নামক প্রাণী নদী পার হচ্ছে, ছবি স্টিফান সোয়ানিপোল-এর উইকিপিডিয়া থেকে নেওয়া।Un branco di gnu (foto di Stefan Swanepoel di dominio pubblico su Wikimedia Commons).
50(সিসি বাই -৩. ০) সেরেঙ্গেতি অভিবাসন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং সর্ববৃহৎ স্থল বন্য জন্তুর অভিবাসন।La migrazione nel parco nazionale del Serengeti si protrae per diverso tempo in un territorio molto vasto, un evento unico al mondo.
51প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তানজানিয়ার দক্ষিণ সেরাঙ্গাতির নাগোরোনাগোরো এলাকা থেকে বিশাল আকারে বন্যপ্রাণীর এক অভিবাসন যাত্রা শুরু হয়। যখন এই বিশেষ সময় শুরু হয় তখন ১২ লক্ষ বন্য প্রানীর মধ্যে থেকে ৭৫০,০০০টি জেব্রা এই অভিবাসনে অংশ নেয়।Ogni anno, il movimento degli gnu inizia nel Ngorongoro[it] area del Serengeti meridionale in Tanzania, a partire da gennaio e fino a marzo, quando inizia il periodo delle nascite; circa 750.000 zebre precedono la migrazione di 1,2 milioni di gnu.
52সাহারা মরুভুমিIl deserto del Sahara
53উত্তর-পূর্ব চাদের এনাদির গুয়েলতা দা'আর্চের উট, ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া (সিসি-বাই-২.Dei cammelli a Guelta d'Archei, Ennedi, nel nord-est del Chad. (foto di dominio pubblico su Wikimedia Commons).
54০) সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি।Il deserto del Sahara è il più esteso e caldo del mondo.
55এই মরুভূমি, আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি মৌরিতানিয়া, মরোক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান, এবং তিউনিশিয়ার খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে আছে।Comprende, almeno in parte: l'Algeria, il Chad, l'Egitto, la Libia, il Mali, la Mauritania, il Marocco, il Niger, il Sahara occidentale, il Sudan, e la Tunisia.
56সাহারার দক্ষিণ সীমান্তে জুড়ে কম বৃষ্টিপাতে টিকে থাকতে পারে এমন তৃণভূমি ছড়িয়ে আছে, যাকে বলা হয় সাহেল।Il confine a sud del Sahara è caratterizzato da una striscia di savana semi desertica denominata Sahel.
57ব্লাগারদের পরামর্শI suggerimenti dei blogger
58এই সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু প্রাকৃতিক বিস্ময় বাদ পড়ে গেছে।Un certo numero di meraviglie naturali sono state omesse dall'elenco, così alcuni internauti hanno aggiunto dei suggerimenti attraverso i loro blog.
59কাজে কয়েকজন ব্লগার তাদের নিজস্ব ব্লগের মাধ্যমে এই বিষয়ে নিজেদের পরামর্শ প্রদান করেছেন।
60এই বিষয়ে খানিকটা বিতর্ক ছিল যে কয়েকটি দেশের প্রাকৃতিক আশ্চর্যের নাম বেশ কয়েবার তুলে ধরা হয়ছে। অন্যদিকে যোগ্যতা সম্পন্ন কয়েকটি এলাকার নাম সেখানে আদৌও উল্লেখ করা হয়নি।Inoltre, è emersa una piccola controversia in ragione del fatto che alcuni paesi sono stati menzionati più volte e altri non compaiono del tutto, pur essendo candidati più che meritevoli.
61ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়েLe Cascate Vittoria, Zambia e Zimbabwe
62জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত ইতোমধ্যে বিশ্বের সেরা সাত প্রাকৃতিক বিস্ময়ের তালিকায় ঠাঁই পেয়েছে।Le Cascate Vittoria al confine tra lo Zambia e lo Zimbabwe sono già state selezionate come una delle sette meraviglie naturali del mondo.
63ভিক্টোরিয়া জলপ্রপাতের ধারে প্রাকৃতিক ভাবে তৈরি এক পুকুরে সাতার কাঁটা, লিভিংস্টোন আইল্যান্ড দিয়ে যেখানে যাওয়া যায়। ছবি উইকিমিডিয়া কমন্সের, ইয়ান রেসটাল তা পাবলিক ডোমেইনে প্রকাশ করেছে।Bagno sull'orlo delle Cascate Vittoria in una piscina spontanea in un angolo suggestivo e sicuro, per mezzo dell'accesso dall'isola di Livingstone (foto di Ian Restall di dominio pubblico su Wikimedia Commons).
64ব্লাইদে রিভার ক্যানিয়ান (নদীর গিরিখাত) দক্ষিণ আফ্রিকাIl Canyon del fiume Blyde, Sud Africa
65ব্লাইদ নদীর গিরিখাত যা কিনা মাপুমালাঙ্গা এবং ড্রাকেন্সবার্গ এসক্রাপমেন্ট-এর উত্তর পূর্বে দিকে গঠিত হয়েছে।
66এটা ১৬ মাইল (২৬ কিলোমিটার) দীর্ঘ এবং গড়ে প্রায় ২,৫০০ ফুট (৭৬২ মিটার) গভীর। এই গিরিখাতের বেশীর এলাকা পাথুরে (স্যান্ডস্টোন নামক পাথর দিয়ে তৈরি)।Il Canyon del fiume Blyde si trova a Mpumalanga [it] e forma la parte settentrionale della scarpata dei monti dei Draghi [it].
67ব্লাইদে নদীর গিরিখাতের সেই অংশ যেখান দিয়ে পানি পড়ে (তার ক্রন্দন-শীল চেহারা)।Ha una lunghezza di 26 chilometri ed ha una profondità di 762 metri.
68ছবি উইকিপিডিয়ার পটোসিয়ো-এর (সিসি-বাই-৩.Il Canyon consiste principalmente di pietra arenaria rossa.
69০)। নির্বাচনী প্রক্রিয়ায় বাদ পড়ে গেছে এমন যে কোন সাইটের নাম নীচের মন্তব্য বিভাগে যোগ করতে কোন ধরনের অস্বস্থি বোধ করবেন না।La faccia piangente della Natura si trova nel Canyon del fiume Blyde (foto di Ptosio di dominio pubblico su Wikimedia Commons).