# | ben | ita |
---|
1 | জাপানের নুতন মহাবিশ্ববিজ্ঞান সরকারি বিদ্যালয়ে মেয়েরা অনুমোদিত নয় | Giappone: La nuova scuola pubblica di cosmologia non è adatta per le ragazze |
2 | সুকুবার জাক্সা মহাকাশ সেন্টার থেকে ছবিটি তুলেছেন ফিল নাল (সিসি বাই-এনসি) | Foto del Centro Spaziale Jaxa a Tsukuba, fatta da Phil Knall (CC BY-NC) |
3 | জাপান অ্যারোস্পেস অনুসন্ধান এজেন্সির (জেএএক্সএ) সহযোগিতায় জাপানে একটি নুতন পাবলিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয়টি মহাবিশ্ববিজ্ঞান বিষয়ে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশেষায়িত। | In Giappone, una nuova scuola statale della prefettura di Kagoshima, nel profondo sud, specializzata nell'insegnamento della cosmologia, in collaborazione con l'Agenzia per l'Esplorazione Aerospaziale Giapponese (JAXA), è pronta a reclutare studenti provenienti da tutto il paese. |
4 | সমগ্র জাপান থেকে শিক্ষার্থী সংগ্রহ করতে কাগোশিমা প্রশাসনিক এলাকার সর্বদক্ষিণে অবস্থিত সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। | |
5 | বিদ্যালয়টি উচিনৌরা মহাশূন্য কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। | |
6 | ২০১৫ সালের এপ্রিল মাস থেকে বিদ্যালয়টিতে ৭ম শ্রেণী থেকে ১২শ শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হবে। | La scuola dista 20 km dal Centro Spaziale Uchinoura [it] e, a partire da aprile 2015, ospiterà studenti dalle medie alle superiori. |
7 | এটিই প্রথম একটি বিদ্যালয় হতে যাচ্ছে যেখানে সকল ছাত্রদেরকে আবাসিক হলে বসবাস করতে হবে। | Sarà la prima scuola statale dove sarà richiesto a tutti gli studenti di vivere nel dormitorio. |
8 | এই খবরের প্রেক্ষিতে ওয়েব ব্যবহারকারীদের মাঝে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। | Le reazioni sul web sulla novità di questa scuola sono state molto positive. |
9 | টুইটার ব্যবহারকারী রিরিরি একজন শিক্ষার্থী। তিনি বেশ উত্তেজনা নিয়ে মন্তব্য করেছেনঃ | Lo studente Ririri su Twitter commenta con entusiasmo [ja, come tutti i link seguenti, salvo diversa indicazione]: |
10 | এমন একটি বিদ্যালয় যেখানে “মহাবিশ্ববিজ্ঞান” পড়ানো হবে, এটি অভাবনীয়। | Una scuola che insegna “cosmologia” è fantastica. |
11 | শুনতে বেশ উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে। | Sembra emozionante. |
12 | আমি আশা করি এমন একটি বিদ্যালয় মহাশূন্য কালের ভবিষ্যত বিষয়ে নেতৃত্ব প্রদানে জাপানকে সাহায্য করবে! | Spero che una scuola del genere possa aiutare il Giappone e guidare il futuro nell'era dell' esplorazione spaziale! |
13 | ব্যবহারকারীদের কেউ কেউ এই বিদ্যালয়টি এবং টুইন স্পিকা নামের একটি ধারাবাহিক কমিকস বইয়ের মাঝে সংযোগ স্থাপন করেছেন। | |
14 | কমিকস হচ্ছে উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একদল জাপানিজ শিক্ষার্থীদের সম্পর্কে একটি বিজ্ঞান কল্পকাহিনী। তাদেরকে নভোচারী হবার জন্য বিদ্যালয়ে প্রশিক্ষণ দেয়া হয়। | Alcuni hanno paragonato la scuola alla serie a fumetti chiamata Twin Spica [it], una storia di fantascienza su un gruppo di alunni giapponesi delle scuole superiori, che studiano per diventare astronauti. |
15 | এই কমিকস বইটির প্রধান চরিত্র হচ্ছে আসুমি কামোগাওয়া নামের একজন ছাত্রী। সে টোকিও মহাকাশ একাডেমিতে ভর্তি হয়ঃ | Nel fumetto il personaggio principale, una ragazza di nome Asumi Kamogawa, entra nell'Accademia Spaziale Giapponese: |
16 | আসুমি কামোগাওয়া অভিনীত মাঙ্গা ভলিউম ফিচারিং প্রথম টুইন স্পিকার কভার ফটো।[ ছবিটি উইকিমিডিয়া, @মিডিয়াফ্যাক্টরি থেকে পাওয়া] | Copertina del primo volume del manga Twin Spica con la protagonista Asumi Kamogawa (immagine tratta da Wikipedia, ©mediafactory) |
17 | এটি আমাকে টুইন স্পিকারের কথা মনে করিয়ে দিয়েছে। | Mi ricorda Twin Spica. |
18 | মনে হচ্ছে, আমার মতো আরো অনেক জনকেই এটি টুইন স্পিকারের কথা মনে করিয়ে দিয়েছে। | Sembra che a molte persone ricordi Twin Spica, esattamente come a me. |
19 | যাইহোক, বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক কমিকস বইয়ের বর্ণিত বিদ্যালয়টি এবং এই নুতন পাবলিক বিদ্যালয়টির মাঝে একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ পার্থক্য আছেঃ শেষোক্তটিতে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে। | |
20 | টুইটার ব্যবহারকারী এপিআইসিএ [জাপানিজ] বিস্মিত হয়ে হতাশা প্রকাশ করেছেনঃ বিদ্যালয়টি বেশ কল্পনা সমৃদ্ধ। | Comunque c'è una differenza rilevante tra la scuola del fumetto di fantascienza e quella statale: in quella vera saranno ammessi soltanto i ragazzi. |
21 | কিন্তু এটি শুধুমাত্র ছেলেদের জন্য হবে কেন? | L'utente APICa su Twitter esprime stupore unito a disappunto: |
22 | যেখানে আমাদের এতো নারী নভোচারী রয়েছে। অন্যান্য আরো অনেক উচ্চ বিদ্যালয় আছে, যেখানে ছেলে ও মেয়েরা একই আবাসিক হলে বসবাস করে থাকে! | La scuola è talmente romantica, ma perchè la destiniamo solo ai ragazzi se esistono astronauti donne e ci sono altre scuole superiori con dormitori aperti ad entrambi i sessi? |
23 | হাতেনা বুকমার্ক ব্যবহারকারী উনিম্মো সংশয় প্রকাশ করে মন্তব্য [জাপানিজ] করেছেন, হয়তোবা বিদ্যালয়টি অনিচ্ছাকৃতভাবে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেঃ | Unimmo, utente di Hatena, commenta con sospetto se la scuola stia intenzionalmente facendo un atto di discriminazione contro le donne: |
24 | আপনারা কি বলতে চাইছেন যে মহাকাশ নারীদের জন্য নয় ? | State dicendo che lo spazio non è adatto alle donne? |
25 | ইয়ুকি বিবেচনা করে বলেছেন, হতে পারে সিদ্ধান্তটি লিঙ্গ সম্পর্কে চিন্তা করে নেয়া হয়নি, বরং অর্থনৈতিক দিকটি ভাবা হয়েছেঃ | L'utente Yuki pensa se la decisione sia meno legata al sesso e più ad una considerazione economica: |
26 | যেখানে নারী নভোচারী রয়েছে, সেখানে এমন একটি ব্যাপার দুঃখজনক। | E' triste quando ci sono lì fuori astronauti donne. |
27 | হতে পারে শুধুমাত্র খরচের জন্য এটি কেবলমাত্র ছেলেদের জন্য করা হয়েছে। | Forse è riservata solo agli uomini per un fatto di costi? |
28 | যেভাবেই হোক, খবরটি অনলাইনে লিঙ্গ বৈষম্য ইস্যুটিকে উস্কে দেয়নি। যদিও অনেক ব্যবহারকারীই এই সীমাবদ্ধতা নিয়ে তাদের হতাশা ব্যক্ত করে চলেছেন। | Le notizie, comunque, non hanno alimentato un dibattito online sulle questioni legate al sesso, sebbene molti continuino ad esprimere il loro disappunto. |
29 | ছেলেদের একচ্ছত্র আধিপত্য থাকা সত্ত্বেও এই অনুপম বিদ্যালয়টি ক্রমাগতভাবে মহাকাশ প্রিয় ইন্টারনেটবাসীদের মনোযোগ আকর্ষণ করে চলেছে। | A dispetto della regola solo-uomini, la scuola, unica nel suo genere, probabilmente continuerà ad attirare l'attenzione dei netizen amanti dello spazio. |
30 | শিরোনাম সহ এই পোস্টটি সহ-সম্পাদনা করেছেন এল. ফিঞ্চ। | L'articolo, incluso il titolo, è stato ri-editato da L.Finch |