# | ben | ita |
---|
1 | ছবি: বিশ্বের জন্য প্যারাগুয়ে যেন একটি জানালা | FOTO: Yluux, un blog che racconta il Paraguay per immagini |
2 | ফটোগ্রাফার তেতসু এস্পোসিতো এবং এলটন নুনেজ তাদের ফটো ব্লগ ইউলাক্স [স্প্যানিশ ভাষায়], এর মাধ্যমে প্যারাগুয়ের বিভিন্ন জায়গা এবং মানুষের গল্প বলেছেনঃ | Attraverso Yluux [es, come i link che seguono salvo diversa indicazione] un blog fotografico, Tetsu Espósito e Elton Núñez, i due creatori, si propongono di Raccontare il Paraguay [it] per immagini, di narrare le storie della sua gente e del suo variegato territorio. |
3 | তারা [স্প্যানিশ ভাষায়] এই ব্লগটি এবং এর নামকরণের পিছনের আইডিয়া ব্যাখ্যা করেছেন: | Dell'idea che ha dato vita al progetto e del suo nome, dicono: |
4 | ছোট কিন্তু সুন্দর প্যারাগুয়েতে আমরা সেসব কিছু দৃশ্যের মাঝে বাস করছি যেগুলো অত্যাশ্চর্য এবং ছবি তুলে ধরে রাখার যোগ্য। | In Paraguay, il nostro piccolo ma bellissimo Paese, siamo circondati da immagini di grande impatto emotivo che meritano di essere catturate dall'obiettivo; il territorio è ricco di splendidi paesaggi, tutti da scoprire. |
5 | এর সীমানার মধ্যে প্রচুর সুন্দর জায়গা রয়েছে যেগুলোর সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। | |
6 | “ইউলাক্স” তৈরির পেছনের কেন্দ্রীয় ধারণা মূলত এটাই ছিল যে, এই গল্পের মাধ্যমে সেগুলো সবার কাছে পরিচিত করা আর আমরা ছবির মাধ্যমে তা বলব। | L'idea che ha dato origine a “Yluux” - un vocabolo in lingua aché [it] che significa natura - è quella di far conoscere il Paese attraverso le storie che riusciamo a raccontare con le nostre fotografie. |
7 | ইউলাক্স একটি জাতিগত “বেদনাদায়ক” শব্দ যার মানে হচ্ছে প্রকৃতি। | I creatori di Yluux: i fotografi Tetsu Espósito e Elton Núñez (Foto di Javier Valdez) |
8 | টিম ইউলাক্সঃ ফটোগ্রাফার তেসতু এস্পোসিটো এবং এলটন নুনেজ [ ছবিঃ জাভিয়ার ভাল্ডেজ] | Yluux si occupa di diverse tematiche, e le immagini presentate sul blog includono paesaggi naturali, tradizioni religiose, eventi sportivi, eventi musicali, turismo e molto altro. |
9 | প্যারাগুয়ের জাতীয় পতাকা। | La bandiera paraguaiana. |
10 | ছবিঃ তেতসু এসপোসিতো | Foto di Tetsu Espósito |
11 | ইউলাক্সের ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়। যতদিন [স্প্যানিশ ভাষায়] কাজগুলো লেখককে দায়ী করে ইউলাক্সে লিঙ্ক করা থাকে, ততদিন অবাণিজ্যিক উদ্দেশ্যে যে কেউ সেগুলো শেয়ার করতে পারবেন। | Le fotografie pubblicate su Yluux sono distribuite con licenza Creative Commons [it], che permette a chiunque di condividere le immagini per fini non commerciali, a patto che vengano attribuite ai legittimi autori e siano collegate al blog di origine con un link. |
12 | ফ্রান্সিস এর বোন প্যারাগুয়ের ক্যাথেড্রালে অনুষ্ঠিত ভিয়া ক্রুচিসে যোগ দিয়েছেন। | Una suora francescana durante la Via Crucis nella cattedrale di Ciudad del Este, Paraguay. |
13 | ছবিঃ এলটন নুনেজ | Foto di Elton Núñez |
14 | অসুঞ্চিয়ায়ান্সের ৪৭৫ তম বার্ষিকী উদযাপনে সিজার কাতালদো ৪০০-হারপ কনসার্টে দিক নির্দেশনা দিচ্ছেন। | Il Maestro César Cataldo dirige un concerto per 400 arpe, in occasione del 475° anniversario della fondazione di Asunción. |
15 | ছবিঃ তেসতু এস্পোসিতো | Foto di Tetsu Espósito |
16 | সাম্প্রতিক একটা পোস্টে [স্প্যানিশ ভাষায়], এস্পোসিতো এবং নুনেজ প্যারাগুয়ের প্রাত্যহিক জীবনের ৩৭ টি ছবি শেয়ার করেছেন: | Ultimamente, Espósito e Núñez hanno pubblicato un post contenente 37 fotografie che ritraggono scene di vita quotidiana in Paraguay. Nell'introduzione si legge: |
17 | প্রতিদিন আমরা আমাদের চারপাশের পরিবেশের লক্ষ লক্ষ চিত্র দ্বারা চমৎকৃত হয়। ফোটোগ্রাফদের অনেকেই প্যারাগুয়ের বিভিন্ন অংশের দৈনন্দিন জীবনের দৃশ্য, এর মানুষ, ঐতিহ্য, সংস্কৃতি, ভূমিরূপ, ভুলে যাওয়া জায়গার বর্ণনা করেন। | Siamo quotidianamente bombardati da milioni di immagini dell'ambiente che ci circonda, molte delle quali raccontano scene di vita quotidiana in diverse regioni del Paraguay: sono le storie della sua gente, delle sue tradizioni, della sua cultura, dei suoi paesaggi e di luoghi dimenticati. |
18 | চার বন্ধু প্যারাগুয়ের সিরো আকাতির উপর থেকে প্রকৃতির নির্মল দৃশ্য উপভোগ করছে। | Quattro amiche si godono il panorama dalla cima del Cerro Akatí, nella provincia di Guairá, Paraguay. |
19 | ছবিঃ এলটন নুনেজ | Foto di Elton Núñez |
20 | প্যারাগুয়ের ভোলেন্দামে কাজ করতে যাওয়ার জন্য একটি লোক সাইকেল চালাচ্ছে। | Un uomo in bicicletta a Volendam, Paraguay. |
21 | ছবিঃ তেসতু এসপোসিতো | Foto di Tetsu Espósito |
22 | ২০১৩ এর এপ্রিলে ইউলাক্স এর ৩ বছর পূর্তি হচ্ছে। | Ad aprile 2013 il blog ha festeggiato il terzo anno di attività. |
23 | ফটোগ্রাফাররা একটি পোস্টে [স্প্যানিশ ভাষায়] তাদের সর্বশেষ বার্ষিকীর স্মরণে লিখেছেন: | Nel post pubblicato in occasione della ricorrenza, i fotografi scrivono: |
24 | এখানকার ৫৪ টি পোস্টের মাধ্যমে বিশ্বের জন্য প্যারাগুয়ে যেন একটি জানালায় পরিণত হয়েছে। ধন্যবাদ আমাদের ব্লগে থাকা সব প্যারাগুয়ান এবং বিদেশীদের, যারা এ দেশের সমস্ত সুন্দর জিনিসগুলো এর মাধ্যমে দেখতে পেরেছেন। | Non l'avevamo previsto, ma con i suoi 54 articoli, Yluux si è trasformato in una finestra sul Paraguay per il resto del mondo: molti paraguaiani, ma anche molti visitatori stranieri, attraverso il nostro blog, possono scoprire e ammirare tutte le bellezze che il Paese ha da offrire. |
25 | ২০১১ সালটি ছিল প্যারাগুয়ের স্বাধীনতার দ্বিশততমবর্ষীয় বছর [২০০ বছর]। | |
26 | বিদেশে বসবাসরত অনেক প্যারাগুয়ানরাই আমাদের পোস্ট করা ছবির মাধ্যমে সেই উৎসব পালনে অংশীদার হতে পেরেছেন। | Nel 2011, anno del Bicentenario dell'indipendenza del Paraguay, molti connazionali residenti all'estero hanno potuto vedere le celebrazioni attraverso le nostre fotografie. |
27 | ২০১১ সালের দ্বিশততম বার্ষিকীর অনুষ্ঠান। | Asunción, 2011: celebrazioni per il Bicentenario dell'Indipendenza del Paraguay. |
28 | ছবিঃ এলটন নুনেজ | Foto di Elton Núñez. |
29 | “তোরিন” নামের ষাঁড়ের যুদ্ধ, যেখানে ষাঁড় নিহত হয় না। | “Torín” è un tipo di corrida, al termine della quale il toro non viene ucciso. |
30 | প্যারাগুয়ের সান পেড্রো বিভাগ। | Provincia di San Pedro, Paraguay. |
31 | ছবিঃ এলটন নুনেজ | Foto di Elton Núñez |
32 | ২০১০ সালে আল্টিমহরা ডট কম আয়োজিত এক প্রতিযোগিতায় ইউলাক্স শীর্ষ ১০ প্যারাগুয়ান ব্লগগুলির একটি হয়েছিল। একই প্রতিযোগিতায় ২০১১ সালে ইউলাক্স [স্প্যানিশ ভাষায়] সেরা প্যারাগুয়ান ব্লগ হিসেবে নির্বাচিত হয়। | In patria Yluux ha già ricevuto diversi riconoscimenti: nel 2010 è entrato nella rosa dei 10 migliori blog del Paraguay scelti dal sito Ultimahora.com, mentre nel 2011 si è aggiudicato il premio come “Miglior Blog dell'anno” nello stesso concorso. |
33 | নিচের পোস্টটি তা ব্যাখ্যা করছেঃ | Al riguardo, gli autori commentano: |
34 | ২০১০ সালে আমরা বছরের সেরা ১০ ব্লগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি এবং ২০১১ সালে আমরা বছরের সেরা ব্লগ নির্বাচিত হয়েছি, যেটি আমাদের গর্বিত করেছে। | Nel 2010 siamo entrati nella rosa dei 10 migliori blog dell'anno, e nel 2011 siamo stati eletti “Miglior blog dell'anno”: si tratta di due riconoscimenti che ci rendono estremamente orgogliosi. |
35 | এই পর্যন্ত প্যারাগুয়ে ব্যাপী নেওয়া আমাদের নেওয়া সমস্ত এডভেঞ্চার ট্যুরিজম শুভ হয়েছে। আপনার জন্য আমাদের ছবি এবং গল্প আনয়ণ অব্যাহত থাকবে। | Siamo felici di essere arrivati così lontano, dopo tutte le avventure che ci hanno portato in giro per il Paraguay, e promettiamo di continuare a regalarvi immagini e storie. |
36 | আমরা এখন আমাদের বইয়ের চূড়ান্ত পর্যায়ে নিবেদিত হয়েছি, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আমরা আশা করছি। | In questo periodo, stiamo lavorando alle fasi finali del nostro libro, che speriamo di poter lanciare al più presto. |
37 | সান ইগ্নাকিওতে একটি মিছিলে একটি মেয়ে। | Una bambina durante una processione a San Ignacio, Paraguay. |
38 | ছবিঃ তেসতু এসপোসিতো | Foto di Tetsu Espósito |
39 | প্যারাগুয়ের সান মিগুলে অভেকা রাগু উৎসব। | Il Festival di Ovecha Ragué a San Miguel, Paraguay. |
40 | ছবিঃ এলটন নুনেজ | Foto di Elton Núñez |
41 | এস্পোসিতো এবং নুনেজ দ্বারা গত তিন বছরে প্রকাশিত গ্যালারীর যে কোনো ছবিতে ক্লিক করলে আপনি তাদের সর্বশেষ পোস্ট [স্প্যানিশ ভাষায়] দেখতে পাবেন। | Attraverso uno dei post più recenti, è possibile accedere a tutte le gallerie di foto che Espósito e Núñez hanno pubblicato sul blog nel corso degli ultimi tre anni. |