Sentence alignment for gv-ben-20101106-13332.xml (html) - gv-ita-20101112-26424.xml (html)

#benita
1ভিডিও: ওয়ান মিনিট জেআর ভিডিও-২০১০- পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তরাVideo: ecco i candidati al concorso ‘One Minute Jr’ 2010
2ওয়ান মিনিট জেআর নামক প্রকল্পের প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে।Sono stati selezionati i candidati per ciascuna delle 3 categorie del concorso One Minutes Jr 2010: “(Auto)-ritratto”, “Dentro-fuori” e “Un minuto di libertà”.
3সেল্ফ পোট্রেট (আত্ম নির্মাণ), ইনসাইড-আউট (ভেতরের একজন) এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম (এক মিনিটের স্বাধীনতা) নামক প্রত্যেকটি বিভাগের জন্য একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে।
4বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি জেভিসি পিসকো এইচডি-হ্যান্ড ক্যামেরা পাবে।I vincitori riceveranno una macchina fotografica JVC Piscio HD.
5মনোনয়ন লাভ করা সকলেই ওয়ানমিনিটিজেআর নামক আন্তর্জাতিক, শিল্প-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক উদ্যোগের অংশগ্রহণকারী, যে প্রতিষ্ঠান ১২ থেকে ২০ বছর বয়স্ক সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক অবস্থায় বাস করা কিশোরদের নিয়ে ৫ দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করে থাকে:
6ওয়ানমিনিটজেআর পাঁচদিন ব্যাপী এক কর্মশালা পরিচালনা করে থাকে, যেখানে তরুণদের ক্যামেরা পরিচালনার মৌলিক কৌশল ও নির্দেশনা, গল্প-বলা, দলগত ভাবে কাজ করা ও বিভিন্ন বিষয় সৃষ্টিশীল ভাবে চিন্তা করা এবং তাকে পুনরায় উপস্থাপনার শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
7প্রত্যেকটি অংশগ্রহণকারী কর্মশালার বিষয় অনুসারে তার নিজস্ব গল্পকে তৈরি করবে এবং তার উপর ভিত্তি করে ষাট সেকেন্ডের একটি ভিডিও চিত্র নির্মাণ করবে যা কর্মশালার শেষে প্রদর্শিত হবে।Stiamo parlando dell'iniziativa artistica internazionale oneminutesJr [en], che cura workshop di cinque giorni indirizzati a ragazzi emarginati e svantaggiati tra i 12 e 20 anni [en]:
8ইউনিসেফের ওয়েবসাইটে মনোনয়নপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে। এই সমস্ত ভিডিও ওয়ানমিনিটজেআর-এর সাইটেও দেখতে পাওয়া যাবে, অথবা এর কয়েকটি তাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।OneminutesJr. allestisce workshop di 5 giorni dove vengono insegnati, ai giovani, i fondamenti sull'uso della macchina fotografica e delle tecniche di regia, della narrativa, del lavoro di gruppo e di come sviluppare creativamente varie tematiche e rappresentazioni.
9নীচে মনোনয়নপ্রাপ্ত কয়েকটি ভিডিও রয়েছে, এর কোনটাই এক মিনিটের বেশি দীর্ঘ নয়। একজন বিচারক বিজয়ীদের নির্বাচিত করবেন এবং বিজয়ীদের নাম নভেম্বরের ১০ তারিখে ঘোষণা করা হবে।Ogni partecipante mette poi insieme la propria storia basandosi su quanto appreso nel workshop e producendo un video della durata di un minuto, trasmesso poi in conclusione dell'evento stesso.
10মামা নামক তথ্যচিত্রটি অভিযোজনের উপর তৈরি করা হয়েছে।Una lista completa dei partecipanti è reperibile sul sito dell'UNICEF [en].
11এটি তৈরি করেছেন ইউক্রেনের ওল্ফ আরটেম, এবং এটি নিজের সেল্ফ পোর্ট্রেট (আত্ম নির্মাণ) বিভাগের জন্য মনোনীত হয়েছে:I filmati sono disponibili sul sito di oneminutesJr [en] oppure, per alcuni di essi, sull'apposito canale di YouTube.
12এছাড়াও একই বিভাগে গ্রিটিংস ফ্রম কসোভো নামক ভিডিওটি মনোনয়ন লাভ করেছে।Ecco a seguire alcuni dei video in concorso, ognuno dei quali non supera il minuto.
13যার নির্মাতা সাউদা জাহিরোভিচ। এটি জোরপূর্বক অভিবাসনের উপর নির্মিত:I vincitori saranno selezionati da un'apposita giuria e annunciati il 10 Novembre.
14ইনসাইড-আউট (ভেতরের জন) বিভাগের জন্য আজারবাইজানের নার্গিস জেইনোলোভার পেপার উইংস মনোনয়ন লাভ করেছে।Mama [uk, en] affronta il tema delle adozioni ed è stato realizzato da Wolf Artem, proveniente dall'Ucraina, candidato per la categoria “(Auto)-ritratto”:
15এটি নারী এবং শিক্ষার মত বিষয় তুলে ধরছে: যেহেতু আমি এই বিভাগের জন্য রাখা ভিডিও লিঙ্ক (এমবেডেড) পাইনি, তাই এই ওয়ানমিনিটজেআর সাইটে এই ভিডিওটিকে দেখুন।Alla stessa categoria appartiene Greetings from Kosovo [de, en] di Suada Jahirovic, sulle migrazioni forzate: Nella categoria “Dentro-fuori” c'è Paper Wings [az, en] di Nargiz Zeynalova, dall'Azerbaijan, che affronta il tema delle donne e istruzione.
16একই বিভাগে রয়েছে টাআইম নোগুট নামক ভিডিও।
17এটি আত্মহত্যার উপর নির্মিত ঘটনা। যা নির্মাণ করেছে লুইশা এনোস।Il breve filmato è accessibile direttamente nella pagina di oneminutesJr [az, en].
18তার বাড়ি পাপুয়া নিউগিনিতে: এবং ওয়ান মিনিট অফ ফ্রিডম বিভাগে মনোনয়ন পাওয়া ফোকাস নামের ভিডিওটি নির্মাণ করেছেন রায়ান ফোর্ড।Per la medesima categoria è in concorso Taim Nogut [en], una storia che tratta la problematica del suicidio, di Louisah Enos, da Papua Nuova Guinea:
19তিনি গায়ানার অধিবাসী। এতে তিনি শিক্ষায় জটিলতার মত বিষয়কে মোকাবেলা করছেন:Per la categoria “Un minuto di libertà”, ecco invece Focus, di Ryan Forde dalla Guyana, basato sul tema dell'istruzione:
20শেষ কিন্তু, সবশেষ নয়, ওন দি লাস্ট ড্রপ নামক ভিডিওতে আজারবাইজানের টোলিব হোমিটভ পানি সংরক্ষণের উপর মনোযোগ প্রদান করেছে:
21পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত অবশিষ্ট নির্মাতাদের ভিডিওগুলোও দেখতে ভুলবেন না, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন উগান্ডা, যুক্তরাষ্ট্র, বার্বাডোজ, ভিয়েতনাম এবং ফিজির মত জায়গা থেকে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানাচ্ছেন।Ultimo, ma non per questo meno importante, incentrato sul tema della conservazione dell'acqua, è On the Last Drop di Tolib Homitov dal Tajikistan: Non dimenticate di seguire i video degli altri candidati, che condividono la loro visione del mondo da Paesi quali Uganda, gli Stati Uniti, Barbados, Vietnam e Fiji.