Sentence alignment for gv-ben-20090217-1621.xml (html) - gv-ita-20090217-682.xml (html)

#benita
1সুদান: দারফুর গণহত্যার উপরে অপরাধীদের ভিডিও স্বীকারোক্তিSudan: alcuni autori del genocidio in Darfur ne parlano in un video
2এজিস ট্রাস্ট কর্তৃক সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখিয়েছে চারজনের স্বীকারোক্তি যারা জানিয়েছে তারা দারফুরের সংঘর্ষ আর গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে, আর যারা এটাকে গণহত্যা বলে অভিহিত করতে ভীত না।Recentemente Aegis Trust [in] ha diffuso un video dove vengono raccolte le testimonianze di quattro uomini che dichiarano di aver preso parte alle violenze e ai massacri in Darfur, che non esitano a definire genocidio.
3দ্যা হাবে ভিডিওটি আপলোড করা হয় আর আশা করা হচ্ছে যে তথ্যকে প্রচারের জন্য মানুষ এটাকে অন্যদের কাছেও পাঠাবে:Il video è disponibile su The Hub [in] e ci auguriamo che la gente lo faccia girare per diffonderne le notizie:
4এই লোকরা- যাদের পরিচয় ঘোলাটে- ভূতপূর্ব সুদানী সেনা আর জাঞ্জাউইদ মিলিশিয়ার ভূতপূর্ব সদস্য: একজন সুদান সেনার বেতনে সিনিয়র অফিসার ছিলেন, একজন উচ্চপদস্থ জাঞ্জাউইদ কমান্ডার, আর একজন জাঞ্জাউইদ পদাতিক সেনা, আর শেষের জন সুদানী সেনা।Gli uomini - il cui viso è oscurato per preservarne l'anonimato - sono ex soldati dell'esercito sudanese e della milizia Janjaweed [it]: uno era un ufficiale superiore del dipartimento finanziario dell'esercito sudanese, l'altro un alto comandante Janjaweed, un terzo era un soldato della fanteria Janjaweed e infine un soldato sudanese.
5ভিডিওতে আপনি ওদের স্বীকারোক্তি শুনতে পাবেন যে কি করে সুদানী সরকার জাঞ্জাউইদ মিলিশিয়াদের নিযোগ করেছিল, তাদেরকে অস্ত্র আর সাপ্লাই দিয়েছিল আর যখনি তারা গ্রামে হামলা করতো, সরকার তা ধামাচাপা দিত আর জানাতো যে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা আক্রমণ হয়েছে, সাধারণের বিরুদ্ধে মিলিশিয়ার আক্রমণ এটা না।Nel video spiegano il modo in cui il governo reclutava la milizia Janjaweedd, dava loro armi e rifornimenti e come ne copriva gli attacchi ai villaggi dichiarando che si trattava di scontri fra militari e ribelli, e non era l'esercito che attaccava i civili.
6ভিডিওটা জার্মান, আরবী আর ফরাসী সাবটাইটেলসহ আছে।Il video è disponibile con sottotitoli in tedesco, in arabo, e in francese.
7হিউমান রাইটস ফার্স্ট সম্পর্কে এজিস ট্রাস্টের প্রেস রিলিজ অনুসারে, এই ভিডিও আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সুদানের প্রেসিডেন্ট জেনারেল ওমর আল-বাশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সাহায্য করতে পারে:Secondo il comunicato stampa di Aegis Trust per la ONG Human Right First [in], il video potrebbe rivelarsi estremamente utile al Tribunale Penale Internazionale per spiccare un mandato d'arresto nei confronti del presidente del Sudan, il generale Omar al-Bashir [it]:
8২০০৩ থেকে, দারফুরে অন্তত ৩ লাখ সাধারন মানুষ মারা গেছে আর কোটি কোটি জন তাদের বাড়ী ঘর থেকে স্থানচ্যুত হয়েছে, অনেকে ‘জাঞ্জাউইদ' (ঘোড়ার পিঠে শয়তান) নামে মিলিশিয়ার হাতে।Dal 2003 almeno 300.000 civili sono morti in Darfur e milioni sono stati costretti a spostarsi dopo gli attacchi della milizia nota come “Janjaweed” (i diavoli a cavallo).
9বার বার বেঁচে যাওয়ারা বলেছেন- আর আন্তর্জাতিক অব্জারভাররা নিশ্চিত করেছেন- তারা যখন হত্যা, ধর্ষন, লুট আর গ্রামের পরে গ্রাম পুড়িয়েছে, জাঞ্জাউইদকে সুদানী সেনা আর বিমান বাহিনী সহায়তা করেছে।Le dichiarazioni degli autori - confermate da osservatori internazionali - rivelano che durante le uccisioni, gli stupri, i saccheggi e gli incendi i Janjaweed erano sostenuti dall'esercito e dalle forze aree sudanesi.
10তারপরো সুদানী সরকার লাগাতার দারফুরের অনাচারের দায় অস্বীকার করেছে আর আজ পর্যন্ত, বলে যে জাঞ্জাউইদের সাথে তাদের কোন সম্পর্ক নেই।Ma il governo sudanese ha sempre negato ogni responsabilità sulle atrocità commesse in Darfur e anche oggi sostiene di non aver nulla a che fare con i Janjaweed.
11তবে এই চলচিত্রের অংশগ্রহনকারীরা - যারা জনসম্মুখে হয়তো প্রথমবার কথা বলছে- অন্য একটা গল্প শুনিয়েছে।Però gli autori di questo filmato - alcuni dei quali ne parlano pubblicamente per la prima volta - raccontano una storia ben diversa.
12ভিডিওটা এখানে দেখা যাবে:Il video è disponibile anche qui:
13Gli autori delle atrocità in Darfur rompono il silenzio [in] in un video su Aegis Trust [in] su Vimeo[in].
14দারফুর ধ্বংসপ্রাপ্ত: সুদানের অপরাধীরা নিরবতা ভেঙ্গেছে, এজিস ট্রাস্ট এর সৌজন্যে ভিমিওতে।Minifoto ricavata da una foto di Nicolas Rost/UNHCR, caricata da hdptcar [in] Email
15থাম্বনেইল ছবি ব্যবহার করা হয়েছে নিকোলাস রোস্ট/ইউএনএইচসিআর এর সৌজন্যে যা এইচডিপিটিসিআরে আপলোড করা হয়েছে।scritto da Juliana Rincón Parra tradotto da Maria Grazia Pozzi