Sentence alignment for gv-ben-20121117-32967.xml (html) - gv-ita-20121117-70036.xml (html)

#benita
1“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”Gaza: “le bombe cadono a pioggia”
2গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে।I cittadini di Gaza hanno trascorso la notte al suono delle bombe che Israele ha continuato a lanciare sull'enclave palestinese.
3গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে।Israle e Gaza hanno iniziato ad aprire fuoco l'una contro l'altra, e continuano tutt'ora, dopo che la situazione si è infiammata dopo l'uccisione avvenuta ieri del leader militare di Hamas [en, come i link successivi] Ahmed Al-Jabari durante un raid aereo su Gaza da parte di Israele.
4পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে।Secondo quanto segnalano i resoconti dei media, il numero di morti e feriti continua a salire di ora in ora.
5টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:Su Twitter, già ieri pomeriggio Ebaa Rezeq forniva aggiornamenti sul numero di vittime sul fronte palestinese:
6@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা@Gazanism: Il numero di vittime finora: 15 martiri (tra cui tre bambini, una donna incinta di due gemelli e due anziani), più 140 feriti #Gaza
7খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে।Khaled Shawa rilancia su Twitter la foto della casa del vicino in fiamme, dopo colpita dai missili israeliani - foto di @KhaledShawa
8ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন:Wael Ouda descrive invece l'intensità dei bombardamenti intorno a lui:
9@WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে।@WillOuda: I droni stanno praticamente “camminando” in salotto….sopra la mia testa è tutto rumoroso e chiassoso.
10#গাজা#Gaza
11আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন:In un altro messaggio, sempre Wael parla invece del costo umano che quest'ultimo attacco sta provocando:
12@WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা।@WillOuda: Totale morti: 14-15 e più di 120 feriti.
13গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে।Gaza sotto i bombardamenti; foto su Twitter di @journeytogaza on Twitter
14এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন:And Majed Abusalama rende perfettamente l'idea di quanto accade, esclamando:
15@MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত@MajedAbusalama: Le bombe cadono come la pioggia ora nel nord di Gaza #GazaUnderAttacks
16অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে:
17এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।Nel frattempo, Abu Omar pubblica un video quasi surreale su YouTube dal titolo “I bambini di Gaza giocano a calcio nonostante il bombardamento”:
18ওলা আনান বলছেন:Ola Anan commenta così quelle immagini:
19@olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে!@olanan: #GazaUnderAttack Gaza è sotto attacco e un gruppo di bambini ha deciso di continuare a giocare per la strada!
20বিশ্ব দেখ এই আমাদের জীবন!Insegnamo la vita, mondo!
21এবং মাজেদ আবুসালামা যোগ করছেন:Majed Abusalama aggiunge:
22@MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে।@MajedAbusalama: Il morale è alto a Gaza.
23তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না।Lasceremo che distruggano tutto e uccidano i nostri bambini ma non saranno mai in grado di uccidere i nostri sogni.
24খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই!Alla liberazione per la volontà di Dio!
25মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে।Fila davanti a un panificio di Gaza.
26ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে।Foto su Twitter di @sarahussein
27ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন:Nel frattempo, la giornalista Sara Hussein, che è riuscita a superare la frontiera a Gaza, condivide l'immagine di gente che fa la fila fuori da un panificio e scrive:
28@sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন।@sarahussein: yfrog.com/nws02mjj C'è la fila fuori da un panificio a #Gaza.
29মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনিLa gente ha paura che inizi a scarseggiare il cibo.
30এখন কি?#Israel #Palestinians
31জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়:
32@journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি?
33টুইটার হ্যাশট্যাগ:E adesso?
34টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা).Journey to Gaza si chiede se ci sarà anche un'invasione via terra:
35আরও পড়ার জন্যে: মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড।@journeytogaza: Qualche novità sulla decisione del gabinetto israeliano se lanciare o meno un attacco via terra a Gaza?
36দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবরPer seguire ulteriori aggiornamenti sulla situazione, di seguito gli hashtag più in tendenza: #PrayForGaza, #GazaUnderAttack e #Gaza.