# | ben | ita |
---|
1 | মেক্সিকো: অতিবৃষ্টি ভেরাক্রুজ আর টাবাস্কোতে বন্যার সৃষ্টি করেছে | Messico: gli Stati di Veracruz e Tabasco inondati da piogge torrenziali |
2 | মেক্সিকো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন আক্রান্ত। | Il Messico sta attualmente subendo uno dei peggiori disastri naturali degli ultimi anni. |
3 | মেক্সিকোর সংবাদপত্র মিলেনিও [স্প্যানিশ ভাষায়] নিশ্চিত করেছে যে ভেরাক্রুজ আর টাবাস্কো প্রদেশ বন্যাক্রান্ত হয়েছে এবং ২৫০০০ এর বেশী লোককে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ‘তেমাজকাল' এবং ‘সেরো দো অরো' ড্যাম দুটি উপচে পানি আসতে পারে আরও বৃষ্টি হলে। | Il giornale messicano Milenio [es] ha confermato che in due Stati interessati dall'inondazione, Veracruz e Tabasco [it], più di 25.000 persone hanno dovuto evacuare dalle loro case per il rischio di straripamento delle dighe “Temazcal” e “Cerro de Oro” causato delle forti precipitazioni previste. |
4 | টুইটার ব্যবহারকারীরা তাদের দেশের এই অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, যেমন মারিসল মনতুফার (@হেরেইসমারিসল) লিখেছেন: | Gli utenti Twitter hanno commentato la terribile situazione che sta vivendo la loro nazione, come Marisol Montúfar (@hereismarisol), che ha scritto [es]: |
5 | খুব চাপ অনুভব করছি, আমি বৃষ্টি ভালবাসি কিন্তু #টিলাকোটালপানে যা হচ্ছে তা সত্যি অনুকম্পাযোগ্য। | Provo sensazioni in conflitto, mi piace la pioggia ma quello che sta succedendo a #Tlacotalpan è molto triste |
6 | নিকতে টাপিয়াকিম (@নিকতে টাপিয়াকিম) এই পরিস্থিতির তুলনা করেছেন হাইতির ভূমিকম্পের সাথে: | NicteTapiaKim (@NicteTapiaKim) confronta [es] la situazione con il terremoto di Haiti: |
7 | যখন হাইতিতে [ভূমিকম্প] হয়েছিল ট্রাকের পর ট্রাক সাহায্য এসেছিল, এবং যখন আমাদের সেরকম সাহায্য দরকার, এখানে কিছু পরিমাণেও সাহায্য অনুপস্থিত #ভেরাক্রুজ #লুভিয়াস #বন্যা | Quando c'è stato [il terremoto] ad Haiti, camion e camion pieni di aiuti sono arrivati, e ora che ne abbiamo bisogno noi non c'è niente #veracruz#lluvias#inundacion |
8 | সংবাদ মাধ্যম প্রেন্সা ল্যাটিনা বলেছে যে অর্থনৈতিক ক্ষতি আশার চেয়েও বেশী: “মেক্সিকোর কর্তৃপক্ষ জানাচ্ছে যে অতিবৃষ্টির ফলে বন্যায় কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে ভেরাক্রুজ প্রদেশের ২৫টি মিউনিসিপালিটির দরকার ১৩১ মিলিয়ন ডলার।” | Secondo l'agenzia di notizie Prensa Latina [es], le perdite economiche sono peggiori del previsto: “Le autorità messicane riportano perdite milionarie causate dalle inondazioni, 25 comuni nello Stato di Veracruz avranno bisogno di almeno 131 milioni di dollari per riparare le infrastrutture danneggiate.” |
9 | গত সপ্তাহে উপস্থিত জনতার চাপের মুখে তাদের সাথে সংহতি প্রকাশ করতে রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজ প্রদেশের টিলাকোটালপান অঞ্চলে বন্যায় ডোবা রাস্তার মধ্যে দিয়ে এক কিলোমিটার হেঁটে গেছেন। এল ইউনিভার্সাল পত্রিকার মতে কোন কোন রাস্তায় পানির উচ্চতা ১ থেকে ১. | La scorsa settimana, per mostrare solidarietà e sotto la pressione di una folla spontanea e insistente, il presidente Felipe Calderón ha camminato attraverso Tlacotalpan, nello Stato di Veracruz [it], girando per circa un chilometro tra l'acqua e le strade allagate. |
10 | ৫ মিটারে দাঁড়িয়েছে। মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজের বন্যাপীড়িত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। | Secondo El Universal [es], nelle strade l'acqua ha raggiunto livelli di altezza tra il metro e il metro e mezzo. |
11 | ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী গোবিয়ের্নো ফেডেরাল, ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন-নন কমার্শিয়াল-শেয়ার এলাইক লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | Il presidente messicano Felipe Calderon cammina per le strade allagate a Veracruz. Foto Flickr dell'utente Gobierno Federal, su licenza CC NonCommercial-ShareAlike 2.0 Generic |
12 | টুইটারে কালডেরনের এই ভ্রমণ সম্পর্কে আলোচনা হয়েছে। | Su Twitter, anche la visita di Calderon ha causato discussioni. |
13 | ম্যানুয়েল (এমডিজিও৮০) জানিয়েছেন: | Manuel (@mdgo80) informa [es]: |
14 | তারা বলে যে ভেরাক্রুজে পানি সাধারণত ৩০ সেন্টিমিটারের উপরে যায় না, তারা কালডেরনের হাঁটু দিয়ে তা মেপেছে। | Dicono che l'acqua a #Veracruz non è più alta di 30 cm, l'hanno misurata con le ginocchia di #Calderon |
15 | কিছু টুইটার ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছে যে কালডেরন দুর্গতদের সাথে সংহতি প্রকাশ করতে নয়, মিডিয়াকে দেখাতে এমন করেছেন। | Alcuni utenti sono scettici, credono che Calderón stesse posando per la stampa piuttosto che mostrare solidarietà camminando per le strade allagate. |
16 | মারিও ভাজকুয়েজ (@এমমারিও ভাজকুয়েজ) লিখেছেন: | Mario Vázquez (@MMarioVazquez) ha scritto [es]: |
17 | ফেলিপ কালডেরন কেন ভেরাক্রুজে গিয়েছেন? | Perchè Felipe Calderón è andato a Veracruz? |
18 | উত্তর = ছবি তোলার জন্যে। | Risposta = per farsi fare una foto |
19 | কিন্তু প্যাশিকলের (@প্যাশিকল) ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে: | But Pachicle (@Pachicle) ha una prospettiva differente [es]: |
20 | কালডেরন তার পথ পরিষ্কার করছে, তিনি মনোযোগ আকর্ষণ করেছেন এবং ভেরাক্রুজের বন্যাক্রান্ত রাস্তার মধ্যে দিয়ে হেটে গিয়েছেন। | Calderon si sta rimettendo sulla giusta via, ha catturato “the Barbie” [signore della droga recentemente arrestato,es] e cammina per le strade allagate a Veracruz. |
21 | তিনি রাষ্টপতির পদ ছাড়তে চান না। | Non vuole perdere il suo posto da Presidente. |