# | ben | ita |
---|
1 | উনিশ শতকের জাপানের সাতটি বিরল বিস্ময়কর ছবি | Giappone: meravigliose foto ‘vintage’ del XIX secolo |
2 | চলতি সপ্তাহে পাবলিক ডোমেইন রিভিউ (পিডিআর) একগুচ্ছ হাতে আঁকা অ্যালবুমেন ছবি পোস্ট করেছে। আর এই ছবিগুলো সবাইকে উনিশ শতকের জাপানে ফিরিয়ে নিয়ে গেছে। | La rivista online Public Domain Review (PDR) ha pubblicato [en] la scorsa settimana una serie di stampe all'albume [it] giapponesi colorate a mano, che risalgono al XIX secolo. |
3 | অ্যালবুমেন হলো এমন একটি প্রক্রিয়া, যাতে ফটোগ্রাফিক কেমিক্যাল কাগজে আটকে রাখতে ডিমের সাদা অংশ ব্যবহার করা হয়। | Questo tipo di stampa fotografica utilizzava l'albume dell'uovo per legare le componenti chimiche dei negativi alla carta su cui si voleva stampare. |
4 | ১৫০ বছর আগে জাপানের জীবন কেমন ছিল, তা তুলে ধরতেই ডাচ ন্যাশনাল আর্কাইভ ছবিগুলো আপলোড করেছে। দেখুন সেই সময়ের জাপানের জীবনধারা: | Le stampe, messe a disposizione online dall'archivio nazionale olandese [Dutch National Archieff], offrono un assaggio di come poteva essere la vita in Giappone circa 150 anni fa. |
5 | সামুরাই'রা বর্ম পরে তীরধনুক, শিরস্ত্রাণ, তরোয়াল, বর্শা হাতে দাঁড়িয়ে আছে। | Eccone alcune: Samurai con arco, frecce, elmi, spade, lance e soprabito di maglia. |
6 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio publico. |
7 | তিন জাপানি নারী কেশচর্চা করছেন। আনুমানিক ১৮৮০ সালের দিকে আঁকা। | Tre donne giapponesi si acconciano i capelli, circa 1880. |
8 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
9 | মাছ ধরা নৌকায় জেলেরা। | Pescatori in barca. |
10 | আনুমানিক ১৮৭০-১৮৯০ সালের দিকে আঁকা হয়েছে। | Giappone, circa 1870-1890. |
11 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
12 | ঘরে কম্বল গায়ে শুয়ে আছেন দুই জাপানি নারী। দেয়ালে আঁকা চিত্র এবং কাগজের লণ্ঠন রয়েছে সেখানে। | Due donne addormentate sotto una coperta imbottita / in una stanza con un paravento dipinto, una pittura su rotolo e una lanterna di carta. |
13 | একটি ছোট্ট কাঠের বাক্সের কুশনও দেখা যাচ্ছে। | Come cuscino usano una piccola scatola di legno. |
14 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
15 | বাঁশের মাথায় চিঠি আটকে নিয়ে ছুটছেন ডাকহরকরা। | Messaggero o postino che regge la posta da consegnare con un'asta di bambù tagliata a metà. |
16 | আনুমানিক ১৮৬৮-১৮৯৫ সালের দিকে আঁকা। | Giappone, circa 1868-1895. |
17 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
18 | চা পান করতে করতে খোলা বারান্দা দিয়ে দেখা বাগান। | Veduta di un giardino dalla veranda di una sala da tè giapponese. |
19 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
20 | ভিক্ষার থালা আর সরু টুপি পরে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। | Mendicante con bastone da pellegrino, ciotola per le offerte e cappello a punta. |
21 | ছবি পাবলিক ডোমেইনের। | Di dominio pubblico. |
22 | হাতে আঁকা অ্যালবুমেন প্রিন্টের ৪২ সিরিজে আরো ছবি দেখতে পাবেন এখানে। এই ছবিগুলো আপলোড করেছেন ফেলিস বেইটো, কুশাকাবে কিমবেই এবং রাইমুন্ড ব্যারন ভন স্টিলফ্রিড। | Sulla pagina Flickr dell'archivio fotografico olandese, Spaarnestad, si possono trovare altre immagini tratte dalla serie di 42 stampe all'albume, colorate a mano dei fotografi Felice Beato [it], Kusakabe Kimbei [en] e Raimund barone von Stillfried [it]. |