# | ben | ita |
---|
1 | কিরগিজস্তানের কনে অপহরণকারীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে | Kyrgyzstan: pene più severe per i matrimoni forzati |
2 | জোরপূর্বক বিবাহ বিষয়ে কিরগিজস্তানের সংবিধানের অবস্থান একেবারে পরিষ্কার। | La Costituzione del Kirghizistan è molto chiara riguardo ai matrimoni forzati. |
3 | সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ-এর ৫ নাম্বার ধারায় বলা হয়েছে: “স্বেচ্ছায় অথবা পরস্পরের সম্মতি ছাড়া কোন বিবাহ অনুষ্ঠিত হতে পারবে না”. । . | L'articolo 36 al quinto comma della costituzione dichiara[en]: “Non può avvenire nessun matrimonio senza il volontario e mutuo consenso della coppia”. |
4 | তবে কনে অপহরণ, যা কিনা কিরগিজস্তানে আলা কাচূ নামে পরিচিত, তা দেশটির গ্রাম এলাকা বা প্রাদেশিক শহরগুলোয় ঐতিহ্য হিসাবে ব্যাপকভাবে পালন করা হয়। | Tuttavia, il rapimento della sposa, o ala kachuu [en], è ancora ampiamente praticato come “tradizione” nei villaggi e nelle province del Kirghizistan. |
5 | বিশকেক ভিত্তিক সেন্টার ফর উইমেন-এর হিসেব [রুশ ভাষায়]-এ দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১১,৮০০-জন-এর মত নারীকে অপহরণ করা হয়, যাদের মধ্যে গড়ে প্রায় ২০০০ জন এই ধরনের ঘটনায় ধর্ষণের শিকার হয়। | Il Centro per le Donne di Bishkek stima [ru, come i link successivi tranne ove diversamente indicato] che circa 11,800 ragazze vengono sequestrate nel paese ogni anno, e circa 2,000 di loro subiscono strupri durante il processo. |
6 | বেশীরভাগ ক্ষেত্রে অপহরণকারীর কোন শাস্তি হয় না। | La maggior parte dei rapimenti è lasciata impunita. |
7 | এই ধরনের ঘটনায় অপহৃত প্রতি ৭০০ জনের একজন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে, যদিও দেশটির অপরাধ আইনে জোরপূর্বক অপহরণকারীর শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে [রুশ ভাষায়]। | Solo una donna su 700 sottoposta a rapimento intenta una causa contro i rapitori, anche se il codice penale del Paese prevede che il rapimento della sposa possa essere punibile con tre anni di prigione. |
8 | এই ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, কিরগিজস্তানের বেশীরভাগ বিবাহ বাকী বিশ্বের বিবাহের ধরনের সাথে খুব একটা আলাদা নয় । | La maggior parte dei matrimoni in Kirghizistan, come quello in questa immagine, non sono molto diversi dai matrimoni di qualsiasi altra parte nel mondo. |
9 | তবে মূলত, দেশটির গ্রাম এলাকায় হাজার হাজার মানুষ প্রাচীন এই ঐতিহ্য অনুযায়ী কনে অপহরণ করে বিয়ে করে। | Anche se, migliaia di uomini, principalmente in zone rurali, seguono l'antica tradizione di rapire la ragazza che vogliono sposare. |
10 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ইয়েভগানি জোটভ-এর, ২৮ জুলাই, ২০১০ তারিখে আপলোড করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | Immagine di Flickr utente Evgeni Zotov, caricata il 28 luglio 2010 (CC BY-NC-ND 2.0) |
11 | 0) আলা কাচূর বিরুদ্ধে প্রচারণা | Campagne contro ala kachuu |
12 | গ্লোবাল ভয়েসেস যেমনটা আগে সংবাদ প্রদান করেছিল-সম্প্রতি কিরগিজস্তানের নারীরা কনে অপহরণ অনুশীলনের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রচারণা শুরু করেছে। | Le organizzazioni femminili in Kirghizistan ultimamente sono state impegnate a fare campagne contro la pratica del rapimento della sposa, come è stato riportato [en] in precedenza da Global Voices. |
13 | পরবর্তীতে সেই একই গ্রীষ্মে, ক্রাইসিস সেন্টার-এর সহযোগিতায় গ্লোবাল ভয়েসেস-এর প্রবন্ধটি লেখা হয়েছে এবং ইয়োথ পীর এডুকেশন সেন্টার ওরফে ওয়াই-পীর ছোট ছোট নাটিকা প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে [রুশ ভাষায়] কেন কনে অপহরণ-এর বিরুদ্ধে লড়াই প্রয়োজন। | Più tardi nella stessa estate in cui l'articolo è stato scritto, L'Associazione di Centri per le Crisi e Educazione Giovanile Paritaria “Y-PEER” ha continuato la campagna facendo vedere brevi filmati sul perché bisogna lottare contro questi rapimenti. |
14 | এই প্রচারণায় অংশ নেওয়া পুরুষরা নারী অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এই অবৈধ কাজের সাথে যুক্ত না থাকার জন্য তৈরি করা এক আবেদনে নাগরিকদের স্বাক্ষরের অনুরোধ জানান। | I partecipanti alla campagna di sesso maschile sono stati incoraggiati a firmare una promessa per rispettare i diritti delle donne e non utilizzare pratiche illegali. |
15 | এই শীতে আরেকটি প্রচারণা শুরু হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে কনে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের আইন তৈরি করার লক্ষ্যে কিরগিজ এমপিদের প্ররোচিত করা। | Un'altra campagna iniziata questo autunno cerca di convincere i membri del governo del Kirghizistan ad introdurre pene più dure per questa tradizione. |
16 | যে সমস্ত একটিভিস্ট এই প্রচারণার সাথে যুক্ত তারা বিশ্বাস করে যে কোন মেয়েকে অপহরণ করা এবং তাকে জোর করে বিয়েতে বাধ্য করার মত অপরাধের শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। পাশাপাশি তুলনা করলে দেখা যাচ্ছে যে, কিরগিজস্তানে কেউ যদি একটি ভেড়া চুরি করে তাহলে তাকে ১১ বছর কারাগারে কাটাতে হবে। | Gli attivisti impegnati in questa campagna credono che tre anni in prigione non sia una punizione abbastanza dura per una persona che rapisce una ragazza e la obbliga a sposarlo, mentre, facendo il confronto, una persona che ruba una pecora può passare anche 11 anni in prigione. |
17 | কনে অপহরণ প্রতিরোধ প্রচারণায় ঘৃণ্য এক চরিত্র কিরগিজ সংসদ খোজাবেক রেসপাইয়ে এক ঘৃণ্য রসিকতার দ্বারা দুটি অপরাধের পার্থক্যের বিষয়টি ব্যাখ্যা করেছেন [রুশ ভাষায়]: | Il deputato Kozhobek Ryspaev, che incarna un personaggio odioso per gli attivisti anti rapimenti ha spiegato [ru] la differenza tra i due crimini facendo una battuta di cattivo gusto: |
18 | বেশ, গবাদিপশু উদর পূর্তিতে কাজে লাগে,কিন্তু নারীরা নয়। | Bè, il bestiame viene mangiato, le donne no. |
19 | জুন ২০১২-এ, ইসাক-কুল প্রদেশে একটি ঘটনায় সাম্প্রতিক এক প্রচারণার জন্ম ঘটেছে, যেখানে একটি পুরুষ, এক তরুণীকে অপহরণ করে [রুশ ভাষায়] এবং তাকে ধর্ষণ করে। | L'ultima campagna è stata innescata da un evento verificatosi nel Giugno 2012 in un piccolo villaggio nella provincia di Issyk-Kul, dove un uomo ha rapito [ru] e violentato una giovane ragazza. |
20 | যদিও সেদিনই মেয়েটির পিতামাতা তাকে খুঁজে পায় এবং পাত্রের বাসায় নিয়ে যায়, কিন্তু শীঘ্রই মেয়েটি আত্মহত্যা করে। | Anche se i genitori della ragazza l'hanno trovata e portata via dalla casa dello “sposo” lo stesso giorno, la ragazza si è suicidata. |
21 | ১ অক্টোবর তারিখে স্থানীয় একটি আদালত অপহরণকারীকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করে যা কিনা স্বাধীনতা লাভের পর কিরগিজস্তানে এই ধরনের অপরাধের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলা [রুশ ভাষায়] সংসদে বিতর্ক | Il primo Ottobre, una corte locale ha condannato il rapitore della ragazza a sei anni di prigione in quello che è diventato il primo caso penale contro un rapitore di spose in Kirghizistan dai tempi della sua indipendenza. Dibattiti in parlamento |
22 | ১৮ অক্টোবরে, একটিভিস্টদের চাপে দেশটির সংসদ কনে অপহরণকারীর সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করেছে [রুশ ভাষায়]। সংসদ সদস্যদের তীব্র এক বিতর্কের শেষে এই বিষয়টি নির্ধারণ করা হয়। | Il 18 Ottobre, sotto pressione degli attivisti, il parlamento ha approvato una legge che fa del rapimento della sposa un crimine punibile con sette anni di carcere. |
23 | যেমনটা বলা যায়, সংসদ সদস্য ইরিনা কারামুশকিনা (সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি) যুক্তি প্রদান করেছেন [রুশ ভাষায়]: | Questa azione è stata preceduta da accesi dibattiti tra i deputati. Per esempio, il deputato Irina Karamushkina (Parito Socialdemocratico) sostiene: |
24 | কনে অপহরণ আক্ষরিক অর্থে একজন ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে যাওয়া, এক অপহরণ-এর ঘটনা। | Il sequestro della sposa è letteralmente un sequestro di persona, un rapimento. |
25 | আমার উপলব্ধি এই যে এখানে এ রকম একটা ঐতিহ্য আছে, যা অনেক পুরোনো এক ঐতিহ্য, যেটি কিনা এখনো পালন করা হয়ে থাকে। | Capisco che esiste questa tradizione, un'antica tradizione, che è ancora praticata. |
26 | তবে যে কোন ঐতিহ্য তখনই এক ঐতিহ্যে পরিণত হয় যখন উভয় পক্ষ তা পালন করতে রাজি। | Ciò nonostante, la tradizione può diventare tale solo quando entrambi le parti sono d'accordo. |
27 | তবে সাংসদ খোজাবেক রেইসপাইয়ে, এর সাথে একমত নন [রুশ ভাষায়], উলুকবেক বাবাকুলুভ যেমনটা উদ্ধৃত করেছেনঃ : | Ma il deputato Kozhobek Ryspaev, tuttavia, non è d'accordo, come riportato dal blogger Ulukbek Babakulov: |
28 | কনে অপহরণকারীর জন্য যদি কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে কিরগিজস্তানের সকল পুরুষকে জেলে যেতে হবে। | Introdurre pene più dure per i rapimenti di spose può solo portare all'arresto di tutti gli uomini del Kirghizistan. |
29 | সংসদে রেইসপাইয়ে-এর সহকর্মী দাস্তান বেকেশেভ, এই বিষয়ে আরো কঠিন শাস্তি প্রয়োগের উৎসাহ প্রদান করছেন, তিনি পরামর্শ প্রদান করেন বিষয়টি অনেক আত্মহত্যা প্রতিরোধ করবে: | Il collega di Ryspaev, Dastan Bekeshev, insiste sul rinforzare la punizione, suggerendo che questo potrebbe prevenire molti suicidi: |
30 | মেয়েদের আত্মহত্যা প্রতিরোধে বাস্তবিক এই শাস্তি যথেষ্ট নয় [ যে সমস্ত মেয়ে অপহরণ এবং জোরপূর্বক বিয়ের স্বীকার হয়]। | In pratica non è raro che le ragazze [soggette a rapimento e matrimonio forzato] commettano il suicidio. |
31 | কি ভাবে অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে কনের পিতামাতা তা জানে না এবং অনেক সময় তারা এমনকি অপহরণকারীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকে। | I loro genitori non sanno come punire i colpevoli, e qualche volta sono anche pronti a linciare gli autori. |
32 | যার ফলে কঠোর এক শাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। | Perciò, punizioni più severe sono cruciali. |
33 | সাংসদ শিরিন এইতমাতোভা তার সহকর্মীকে সমর্থন করেছে [রুশ ভাষায়]: | Il deputato Shirin Aitmatova concorda con il collega: |
34 | এই বিষয়টির প্রতি আমার একটা ইতিবাচক মনোভাব রয়েছে, আমি মনে করি বিষয়টি সঠিক। | Ho un atteggiamento positivo riguardo a questo. Penso che sia giusto. |
35 | লিঙ্গীয় বিষয়, যেমন কনে অপহরণের মত ঘটনা কিরগিজ সমাজের সামনে চলে এসছে, যার জন্য দেশটির সুশীল সমাজের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ। | I problemi legati al sessismo, come il rapimento della sposa, stanno diventando sempre più presenti della società del Kirghizistan. |
36 | বিশকেক ফেমিনিস্ট সুশীল দলের ডিজাইনকৃত এই প্রচারণায়, এর প্রবক্তারা সংসদে নারী আসন বৃদ্ধির পক্ষে যুক্তি প্রদর্শন করেছে। | Questa campagna, progettata dal gruppo civico delle Femministe di Bishkek, sostiene la possibilità di accrescere il numero di donne nel parlamento. |
37 | এখানে কিরগিজ ভাষায় লেখা আছে, “নারী তোমার স্থান এই ভবনে”। | La traduzione dal kirghizo recita: “donna, il tuo posto è in QUESTA casa.” |
38 | তবে পরিহাসের বিষয় এই যে, এই ঘটনার এক সপ্তাহের কম সময়ের মধ্যে, আইতমাতোভার সংসদীয় সাহায্যকারী কর্মী বিয়ে করার জন্য এক টিভি সাংবাদিককে অপহরণ করে [রুশ ভাষায়], অতীতে যার সাথে সে অভিসারে গিয়েছিল। | Ironicamente però, meno di una settimana dopo, l'assistente parlamentare di Aitmatova ha rapito una giornalista TV, che aveva frequentato nel passato, per sposarla. |
39 | তবে উলুগবেক বাবাকুলভ যেমনটা তার ব্লগে পাঠকদের স্মরণ করিয়ে দিচ্ছেন: | Inoltre, come Ulugbek Babakulov ricorda ai lettori del suo blog: |
40 | দুর্ভাগ্যবশত, [কিরগিজ সংসদে] বিনয়ী মনোভাবের সংসদেরা সংখ্যালুঘু এবং এই ধরনের কাজের অনুশীলনে প্রদর্শিত হয়েছে যে, অনেক কম গ্রহণযোগ্য জনপ্রতিনিধিদের গর্জনের মাঝে প্রায়শ তাদের কণ্ঠস্বর শোনা প্রায় অসম্ভব। | Sfortunatamente, i parlamentari con la mente sobria sono una minoranza nel parlamento del Kirghizistan e la pratica ha dimostrato che la loro voce è a volte impossibile da sentire nella moltitudine di voci molto meno meritevoli dei rappresentanti del popolo. |
41 | কনে অপহরণ বিরোধী গ্রহণযোগ্য প্রচারণার অংশ হিসেবে ২৮ অক্টোবর বিশকেকে “সাইকেল চালনা এবং আমি নির্যাতনের বিরুদ্ধে” নামক স্লোগানের অধীনে একটি মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় [রুশ ভাষায়]। | Come parte della campagna di supporto contro i rapimenti delle spose, è stato organizzato un giro in bicicletta a Bishkek il 28 Ottobre, con lo slogan: “io e il ciclismo siamo contro la violenza”. |
42 | [বিশেষ দ্রষ্টব্য] কিরগিজস্তানের প্রায় সকল নারী টিভি ব্যক্তিত্ব জীবনে একবার অপহরণের শিকার হয়েছে ( যা কিনা সঠিক নয় ) এমন ধারনার যে ঝুঁকি, সে বিষয়ে গ্লোবাল ভয়েসেস, আগামী সপ্তাহে ট্যাবলয়েড সাংবাদিকদের কাছ থেকে কয়েকজন নারী টিভি ব্যক্তিত্বের “ভূয়া অপহরণ” বিষয়ে প্রতিক্রিয়ার বিবরণ প্রদান করবে। | N.B. Rischiando di dare l'impressione che tutte i personaggi TV femminili del Kirghizistan siano vittime di rapimenti almeno una volta nella vita (non è così), la prossima settimana Global Voices raccoglierà commenti di giornalisti sul “falso rapimento” [en] di un'altra presentatrice TV. |