Sentence alignment for gv-ben-20120518-27005.xml (html) - gv-ita-20120522-60199.xml (html)

#benita
1জর্জিয়া: এলজিটিবিটি একটিভিস্টদের আক্রমণ করেছে ধর্মান্ধরাGeorgia: attivisti LGBT aggrediti da gruppi religiosi ortodossi
2জর্জিয়াতে প্রথমবারের মতো ১৭ই মে সমকামীতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এসময় গোঁড়া খ্রিস্টানদের একটি দল রাজধানী তিবলিসির শহরতলীতে সেখানকার এলজিটিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামী) একটিভিস্টদের আটকে দেয়।Durante il primo evento di questo genere organizzato nella nazione, per festeggiare la Giornata Internazionale Contro l'Omofobia, il 17 maggio scorso gli attivisti LGBT [it] georgiani sono stati bloccati da un gruppo di cristiani ortodossi mentre marciavano nel centro di Tbilisi, la capitale del Paese.
3খ্রিষ্টানপ্রধান দেশটিতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ভ্রষ্টাচার সৃষ্টিতে প্রণোদনা যোগাতে পারে এই অভিযোগে পুরোহিতদের নেতৃত্বে সনাতন (অর্থডক্স) পিতা-মাতাদের ইউনিয়ন (ইউওপি) মিছিলটি বন্ধের দাবি করে।I sacerdoti alla guida dell'Unione dei Genitori Ortodossi (UOP) pretendevano che la marcia si fermasse, sostenendo che potrebbe condurre le generazioni più giovani alla depravazione morale in un paese a maggioranza cristiana.
4জবাবে এলজিটিবিটি একটিভিস্টরা মিছিল চালিয়ে যাওয়ার জন্যে তাদেরকে পথ পরিষ্কার করে দিতে বলে। কিন্তু ইউওপি এবং পুরোহিতরা নিকটবর্তী পুলিশকে মিছিলটি থামাতে রাজি করাতে ব্যর্থ হলে একটি হাতাহাতির ঘটনা ঘটে।Gli attivisti hanno risposto chiedendo di lasciare libero il passaggio in modo che la marcia potesse continuare, ma quando i tentativi dei sacerdoti e dell'UOP di convincere la polizia situata nei paraggi a fermare la marcia sono falliti, è scaturito uno scontro fisico.
5ছবি, টিএসপ্রেস. জিইMarcia LGBT a Tbilisi.
6একজন এলজিটিবিটি একটিভিস্ট গোঁড়া আক্রমণকারী্দের বিরুদ্ধে যুদ্ধ করছে।
7ছবি: রয়টার্সFoto di TSpress.ge
8জর্জিয়ার পুলিশ একজন এলজিটিবিটি একটিভিস্টকে তাদের হেফাজতে নেয়। ছবি: রয়টার্স@gabo_ge: la polizia ha arrestato tre attivisti di Identoba, un'organizzazione che lavora su questioni LGBT.
9@গ্যাবো_গে পুলিশ এলজিটিবিটি সমস্যা নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ইদেন্তোবা'র তিনজন এক্টিভিস্টকে গ্রেফতার করে।@temuchin22: UOP (Union of Orthodox Parents) picchiano le persone e quelli che vengono picchiati sono presi in custodia: pretendo che gli UOP vengano arrestati.
10@তেমুচিন২২: ইউওপি (সনাতন পিতা-মাতা্দের ইউনিয়ন) লোকজনকে পিটিয়েছে এবং যাদের পেটানো হয়েছে তাদের হেফাজতে নেয়া হয়েছে, এরকম আইন প্রয়োগকারীদের আটক করুন, আমি ইউওপি'দের গ্রেপ্তার দাবি করি।
11@লিশতোতাহ: “প্রথম গর্বটি ধারণ” করার মধ্যে সীমিত এলজিটিবিটি এক্টিভিজম শুধু #সমকামীতা আতংক উস্কে দিবে #তিবলিসিতে: এখানে (আরো) উটকো (মনে হবে):@lishtotah: gli attivisti LGBT che si limitano ad organizzare il loro “primo evento pride” alimenteranno solamente #homophobia a #Tbilisi :queer qui:
12@জনহেসলউড: আপনার মূল যুক্তিটি যদি হয় ‘আপনি কীভাবে রাস্তায় এরকম কিছু প্রবর্তন করতে পারেন' তবে আমিও আপনাদের - খ্রিস্টানদের - একই জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো #তিবলিসি@JohnHesslewood: se la vostra argomentazione principale è “come potete promuovere una cosa come questa nelle strade” vi vorrei chiedere la stessa cosa, cristiani #tbilisi A questo link [ka] si possono vedere ulteriori foto.
13ফেসবুকে অনেকেই এই সংঘর্ষের নিন্দা এবং এক্টিভিস্টদের সমর্থনে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।Molti hanno denunciato lo scontro su Facebook, cambiando anche la loro foto profilo in supporto agli attivisti.
14সমকামীতা এবং বহুগামিতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস‘Giornata Internazionale contro l'Omofobia e la Transfobia'