# | ben | ita |
---|
1 | মেক্সিকোঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনা হত্যার ষড়যন্ত্রের অভিযোগে লস জেটাস যুক্ত | Messico-USA: reazioni al presunto complotto tra Iran e il cartello Los Zetas |
2 | ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দুজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা ইরান সরকারের সাথে মিলিত হয়ে এক ষড়যন্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবায়েরকে হত্যা এবং সৌদি ও ইজরায়েল দূতাবাসে বোমা হোমা হামলার পরিকল্পনা করেছিল, দুটো দূতাবাসই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। | La settimana scorsa il Dipartimento di Giustizia statunitense ha accusato due uomini di aver cospirato, in combutta con “fazioni del Governo iraniano”, al fine di assassinare Adel Al-Jubeir, ambasciatore saudita negli Stati Uniti, e bombardare le ambasciate saudita e israeliana, entrambe site a Washington D.C.. |
3 | এটর্নি জেনারেল এরিক হোল্ডার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা বিভাগের প্রশংসা করেছেন, যারা একটি যড়যন্ত্রের কাহিনী উদঘাটনে একসাথে কাজ করেছে। এই ষড়যন্ত্রের সূত্রপাত, এতে অর্থ সাহায্য এবং এর সকল কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে ইরান থেকে।” | Il procuratore generale Eric Holder ha elogiato le forze dell'ordine e le agenzie di intelligence, le quali hanno lavorato fianco a fianco riuscendo a bloccare un complotto “concepito, finanziato e diretto dall'Iran”. |
4 | আল আরাবিয়া এবং অন্য সব সংবাদপত্রের সংবাদ অনুসারে এই ঘটনার নাম অপারেশন রেড কোয়ালিশন। | Secondo quanto emerso dai prime notizie di al-Arabiya [en, come gli altri link, eccetto ove diversamente indicato] e da altre agenzie stampa: |
5 | যুক্তরাষ্ট্রের সন্ত্রাস প্রতিরোধ বিভাগের কর্মকর্তাদের মতে, এর কর্মকাণ্ড শুরু হয় এ বছরের মে মাসে, যখন এক ইরানী-আমেরিকান নাগরিক কর্পাস ক্রিষ্টি, যুক্তরাষ্ট্রের এক তথ্য প্রদানকারী কাছে সে দেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার জন্য মেক্সিকোর মাদক পাচারকারী দলের সাহায্য কামনা করে। উক্ত ইরানী-আমেরিকান নাগরিক মনে করেছিল যে সে আসলে মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী দল জেটাসের কোন সদস্যের সাথে আলাপ করছে। | l'operazione, battezzata Coalizione Rossa, ha preso il via nel mese di maggio quando un cittadino americano di origine iraniana, proveniente da Corpus Christi, Texas, credendo di trattare con uno dei membri della temuta organizzazione di narcotrafficanti messicani Zetas (secondo quanto dichiarato dagli agenti menzionati dal notiziario di ABC), ha preso contatti con un informatore della polizia statunitense, il quale agiva in accordo con agenti della squadra anti-terrorismo, in cerca dell'aiuto dei narcotrafficanti messicani per l'assassinio dell'ambasciatore saudita a Washington. |
6 | এবিসি নিউজকে প্রদান করা এক কর্মকর্তার উদ্ধৃত বক্তব্যে এই তথ্য জানা যায়…… | |
7 | ইরানের রাষ্ট্রপতির মাহমুদ আহমাদিনেজাদের একজন মুখপাত্র, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে যে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান কোন সৌদি কূটনীতিককে হত্যার ষড়যন্ত্র করেছে। | Un collaboratore del Presidente iraniano Mahmoud Ahmadinejad ha respinto le dichiarazioni statunitensi secondo cui la Repubblica islamica sarebbe coinvolta nel complotto per uccidere l'ambasciatore saudita. |
8 | রাষ্ট্রপতির সংবাদপত্র বিষয়ক উপদেষ্টা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে যে সমস্যা তৈরি হয়েছে, তার থেকে সবার মনোযোগ সরিয়ে দেবার জন্য এই পরিকল্পনা সাজানো হয়েছে। | Secondo quanto affermato dal portavoce del Presidente alla AFP, questa sarebbe “una strategia per distogliere l'attenzione dai problemi interni che gli Stati Uniti si trovano ad affrontare”. |
9 | এই ঘটনার উপর স্প্যানিশ ভাষায় লিখিত প্রবন্ধের জন্য এনিমাল পলিটিকা দেখুন। | Per un resoconto in spagnolo degli eventi si veda il blog Animal Político [es]. |
10 | এই ষড়যন্ত্রের ঘটনা নিয়ে প্রথম যে সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই বিষয়ক কাগজপত্র প্রকাশ করে, তার ঠিক পরপরই ব্লগসঅফওয়্যার. কম এই উত্তেজনাপূর্ণ সংবাদের উপর আসা টুইট সরাসরি প্রদর্শন করা শুরু করে। | Mosso dalle ripercussioni scatenate dalla conferenza stampa, durante la quale le autorità statunitensi hanno parlato, per la prima volta pubblicamente, della cospirazione, blogsofwar.com ha cominciato a trasmettere in diretta commenti con cui gli utenti Twitter rispondevano a report provocatori. |
11 | দৃশ্যত এই বিষয়ে এক সংযুক্ত প্রচেষ্টার অংশ হিসেবে এই সাইট আসতে থাকা টুইটগুলোকে তারা বিস্তারিতভাবে তিনটি কলামে সজ্জিত করে। যেগুলোর তারা “ইরানের ষড়যন্ত্রের কাহিনী”, “মেক্সিকোর মাদক পাচারকারী” এবং “সৌদি আরব” এই তিনটি শিরোনাম ভাগ করেছে। | Con un apparente sforzo volto a promuovere la coerenza, il sito ha deciso di dividere il gran numero di tweet in entrata in tre colonne, intitolate rispettivamente “complotto iraniano”, “narcotrafficanti messicani” e “Arabia Saudita”. |
12 | এমনি এই পোস্ট লেখার সময়ও তারা এই ঘটনার উপর আসা টুইট সমূহ সরাসরি প্রদর্শন জারী রেখেছিল। | Mentre il presente post viene scritto, il blog continua la trasmissione in diretta dei commenti dei netizen. |
13 | এর প্রতিক্রিয়ায়, #মেক্সিকো এবং #ইরান নামক টুইটার হ্যাশট্যাগের মধ্যে দিয়ে টুইটার অনুসন্ধান বাছাই করার বিষয়টি ছড়িয়ে পড়ে। | Una ricerca effettuata su Twitter tramite gli hashtag #Mexico e #Iran ha permesso di rintracciare ulteriori commenti. |
14 | অন্যদিকে প্রাথমিক টুইটের বেশীর ভাগ এই ষড়যন্ত্রের কাহিনীর বিষয়ে বিস্তারিত সংবাদ জানিয়ে করা হয়, কখনো কখনো সংবাদের লিঙ্ক প্রদান করে, যা সম্পাদকীয়তে যাবার খুব সামান্য আগে গ্রহণ করা হয়। | Nonostante i primi tweet mostrassero, in generale, dettagli della supposta cospirazione (a volte facendo riferimento ai report), gli opinionisti non hanno tardato a farsi avanti. |
15 | @সারমাসটিয়ান-এর বাস টটেনহাম-এ, এই ঘটনার প্রেক্ষাপটে উত্তেজিত এই নাগরিক দ্রুত দুইবার টুইট করে : | @Sarmastian, da Rotterdam, fu provocato a tal punto da condividere due commenti in rapida successione: |
16 | @সারমাসটিয়ান: #ইউএস, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে মেক্সিকোর সীমান্তে অভিযান পরিচালনা করার অজুহাত খুঁজছে, তারা মাদক পাচারকারী এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে একসাথে যুক্ত করে সেই অজুহাত সৃষ্টি করল। | @Sarmastian: sono anni che gli Stati Uniti cercano di violare le frontiere messicane accampando la scusa dei legami tra i narcos e l'IRGC. |
17 | #ইরান #মেক্সিকো #মিডিলইস্ট | #Iran #Mexico #MidEast |
18 | @সারমাসটিয়ান: #ইরান, #সৌদি, ইরানী নয়, এরকম যে কারো মাধ্যমে খোদ সৌদি আরবে তারা যে কোন সৌদি নাগরিককে হত্যা করতে পারে। | @Sarmastian: l'Iran potrebbe facilmente colpire un obiettivo saudita nella stessa Arabia Saudita e senza servirsi di iraniani. |
19 | এই কাহিনীর কোন ভিত্তি নেই। | Questa notizia fa acqua da tutte le parti. |
20 | #ইউএস #মিডিল ইস্ট #মেক্সিকো | #US #MidEast #Mexico |
21 | মেক্সিকো থেকে, কার্লোস (@আলকুইকার্লোস) তার লেখায় একটি উদ্ধৃতি, হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, এবং এই ঘটনায় হস্তক্ষেপের ক্ষেত্রে নত হয়ে থাকার জন্য মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপে ক্যালডেরনের কথা সরাসরি উল্লেখ করেছেন: | |
22 | #নারকোইউএসটেরর “যুক্তরাষ্ট্রের মাদক সন্ত্রাস প্রতিরোধ বিভাগ আবিস্কার করেছে যে জেড [জেটাস] ইরানের জন্য গণবিধ্বংসী অস্র নির্মাণ করছে। | Il tweep messicano Carlos (@alquicarlos) ha usato virgolette, hashtag e menzioni dirette al Presidente messicano Felipe Calderón per modulare il proprio commento [es]: |
23 | #ইরান#মেক্সিকো#ইনভাশিওন বিশ্বাসঘাতক @ফেলিপেক্যালডেরন রিও গ্রান্ডের অন্য প্রান্ত, সান এন্টোনিও থেকে @লিমা৫৭০ লিখছে: | #NarcoUSAterror si è “scoperto” che gli Z [Zetas] producono armi di distruzione di massa da vendere all'Iran #IRAN#MEXICO#INVASION traditore @felipecalderon |
24 | আমি আশা করি, সন্ত্রাসবাদীরা যে [অসুস্থ্য] মেক্সিকোর মাদক পাচারকারীদের সাথে কাজ করছে, এই বিষয়ে কেউ বিস্মিত হবে না। | Da Sant'Antonio, sull'altra riva del Rio Grande,@Lima570 ha scritto: |
25 | বেশ কয়েকজন নাগরিক ষড়যন্ত্রের এই কাহিনীকে যুক্তরাষ্ট্রের চলমান ইউ. | mi auguro che nessuno sia rimasto sorpreso dal fatto che dei terroristi [sic] stiano facendo affari con i narcotrafficanti messicani |
26 | এস অপারেশন “ফাস্ট এন্ড ফিউরিয়াস” নামক অভিযানের ক্ষেত্রে যে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, তার সাথে যুক্ত করেছে। | Molti netizen hanno collegato la supposta cospirazione allo scandalo recentemente esploso in merito all'operazione statunitense “Fast and Furious”. |
27 | যেমন @জেমসইনসেলা, সকালের এক রেডিও অনুষ্ঠানে টুইট করেছে : | Nell'ambito di un programma radiofonico mattutino, ad esempio, @JamesinSELA ha così commentato: |
28 | @সিএসপানডাব্লিউজে যদি মেক্সিকোর মাদক পাচারকারীরা এখন নতুন এক সন্ত্রাসী সংগঠন হয়, তাহলে হোল্ডার কি এই সন্ত্রাসীদের অস্র সরবরাহ করবে? | @cspanwj se le organizzazioni di narcotrafficanti messicani sono diventate organizzazioni terroristiche, significa che Holder ha messo delle armi in mano a dei terroristi? |
29 | @টেহগোল্ডেনরুল একটি প্রশ্ন পোস্ট করেছে, যা কেবল সাধারণ এক প্রশ্ন নয়। | Similmente, @TehGoldenRule ha posto una domanda che ha ben poco di retorico: |
30 | @রায়ান_কোঙ্কি যদি এটা একটা যুদ্ধ বাঁধিয়ে দেবার মত কাজ হয়, তাহলে মেক্সিকোর মাদক পাচারকারীদের হাতে তুলে দেবার জন্য যে ১,০০০ ভয়াবহ অস্র পাঠানো হচ্ছে, তার ক্ষেত্রে কি হবে? ? | @Ryan_Konky se questa è stata considerata un'azione di guerra, cosa dire di tutte le armi d'assalto che sono giunte nelle mani delle organizzazioni di narcotrafficanti messicani? |
31 | টুইটারভার্সের (টুইটার জগতের) এক অজানা স্থান থেকে @ব্রাউনডাব্লিউসি এক সন্দেহ ব্যক্ত করেছেন, যে সন্দেহ বিশ্বের অনেক নেট নাগরিক প্রদর্শন করেছে: | Scrivendo da un luogo non identificato, @brownwc ha commentato condividendo il proprio scetticismo con quello di molti netizen del mondo: |
32 | ইরান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার জন্য মেক্সিকোর মাদক পাচারকারীদের ভাড়া করেছে। | gli iraniani ingaggiano dei narcotrafficanti messicani per assassinare l'ambasciatore saudita a Washington. Gli Stati Uniti sventano il piano. |
33 | আর যুক্তরাষ্ট্র সেই ষড়যন্ত্রের ঘটনা উন্মোচন করেছে, এই চলচ্চিত্রের জন্য আর তর সইছে না। | Non vedo l'ora di vedere il film! #isthisreallife? |
34 | #ইসদিসরিয়াললাইফ? | (Questa è la realtà?!) |
35 | | Immagine di Eric Holder, Dipartimento di Giustizia degli Stati Uniti, licenza Creative Commons (CC BY-ND 2.0) |