# | ben | ita |
---|
1 | পশতু সঙ্গীত শিল্পী ঘাযালা জাভেদকে হত্যার দায়ে মৃত্যুদন্ড পেলেন তাঁর সাবেক স্বামী ঘাজালা জাভেদ (১৯৮৮-২০১২)। | Pakistan: condanna a morte per uxoricidio all'ex-marito della cantante Ghazala Javed |
2 | পশতু শিল্পী এবং তালেবান বিরোধী সক্রিয় কর্মী ঘাযালা জাভেদের সাবেক স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের জেলা সোয়াতের একটি আদালত ২০১২ সালে ঘাযালা জাভেদের এবং তাঁর বাবাকে হত্যার দায়ে এই আদেশ দিয়েছে। | L'ex marito della cantante pashtun e attivista anti-talebana Ghazala Javed è stato condannato a morte [en, come tutti i link successivi] dalla Corte del distretto di Swat, nel Pakistan nord-occidentale, per aver ucciso la cantante e il padre della ragazza nel 2012. |
3 | ঘাযালা জাভেদ তাঁর জীবদ্দশায় তালেবানদের চাপের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রকাশ্যে বিরোধীতা করেছেন। | Ghazala Javed (1988-2012). Foto ripresa da Wikipedia. |
4 | তাকে গান গাওয়া বন্ধ করতে এবং তাঁর জন্মস্থান সোয়াতে তালেবানদের আধিপত্য স্থাপন সম্পর্কে জনগণের মাঝে ঘৃণার উদ্রেক করানোর জন্য প্রতিবাদ জানানো বন্ধ করতে এই চাপ দেয়া হয়েছিল। | Nel corso della sua vita, Ghazala Javed ha sfidato con coraggio i pressanti tentativi dei talebani di impedirle di cantare e di schierarsi contro la strisciante talebanizzazione di Swat, il suo paese d'origine. |
5 | তালেবানরা সোয়াতের আংশিক দখল করে নিয়েছিল। ২০০৯ সালে পাকিস্তানি সেনা বাহিনী এক ব্যাপক অপারেশন চালিয়ে এই এলাকা থেকে তাঁদেরকে তাড়িয়ে দেয়। | Per un breve periodo i talebani erano riusciti a prendere il controllo del distretto ed erano stati cacciati dalla zona grazie a una massiccia operazione militare dell'esercito pakistano nel 2009. |
6 | ঘাযালার সাবেক স্বামী, জাহাঙ্গীর খানকে দু'টি হত্যা মামলায়ই মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তাঁর সাথে সাথে ৭০ মিলিয়ন রুপী (০. | Jehangir Khan, ex marito di Ghazala, ha ricevuto una doppia condanna a morte e una multa di 70 milioni di rupie (l'equivalente di 0,7 milioni di dollari) e ha reso pubblica la sua intenzione di ricorrere in appello. |
7 | ৭ মিলিয়ন মার্কিন ডলারের) জরিমানা করা হয়েছে। তিনি এই রায়ের বিরুদ্ধে আপীল করার পরিকল্পনার কথা জানিয়েছেন। | Alcuni pakistani, in seguito alla decisione della Corte, hanno fatto sentire la loro voce e hanno ricordato l'enigmatica cantante su Twitter. |
8 | বেশ কিছু পাকিস্তানি আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা টুইটারে এই হেঁয়ালিপূর্ণ শিল্পীকে স্মরণ করেছেন। | |
9 | রায়ের খবরটি শুনে এসএ বাসিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেনঃ | In seguito alle notizie relative alla sentenza, SAbaseen ha espresso il suo sollievo: |
10 | শুনে খুব ভালো লাগলো যে আমাদের প্রিয় মরহুম #ঘাযালাজাভেদ অবশেষে ন্যায়বিচার পেয়েছেন - যদিও কিছুটা দেরীতে…তথাপি কখনো না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভালো, আহ। | È bello scoprire che la nostra amata Ghazala Javed ha finalmente ricevuto giustizia - un po' tardi…ma meglio tardi che mai, eh. |
11 | ঘাযালা একজন নৃতাত্ত্বিক পশতুন জনগোষ্ঠীর লোক। তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের স্থানীয় পশতু ভাষায় গান গেয়েছেন। | Ghazala apparteneva all'etnia dei pashtun e cantava in pashtu, lingua della regione nord-occidentale del Pakistan. |
12 | তাঁর একজন ভক্ত একজন পশতুন টুইটার ব্যবহারকারী শাজাদ বাংগাশ এই রায়ের প্রশংসা করেছেনঃ | Uno dei sui fan, l'utente Twitter pashtun Schazad Bangash, ha elogiato la sentenza: |
13 | #ঘাযালাজাভেদকে খুন করেছে যে লোকটি আমি সত্যিই তাকে রক্তাক্ত ছিন্নভিন্ন অবস্থায় ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। | Mi piacerebbe proprio vedere questo tipo impiccato per omicidio all'incrocio di sangue. |
14 | ভালো সিদ্ধান্ত। | Ottimo verdetto. |
15 | আরেকজন পশতুন টুইটার ব্যবহারকারী নাজরানা ইউসুফজাই এই বিচার নিয়ে মন্তব্য করে বলেছেনঃ | Commentando la sentenza, un altro utente pashtun di Twitter Nazrana Yousufzai ha detto: |
16 | ঘাযালাজাভেদকে #সমবেদনা - আপনার খুনীকে তাঁর প্রাপ্য শাস্তিই দেয়া হয়েছে | RIP Ghazala Javed. Il tuo assassino ha avuto quel che si merita. |
17 | পশতুন রাজ পরিবারের সদস্যরা আইন ও বিচার ব্যবস্থার উপর তাদের অনাস্থা প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেঃ | Manifestando la sua sfiducia nei confronti del sistema legale e giudiziario, Royal Pashtoon ha replicato: |
18 | @নাজরানাইউসুফজাই আপনারা জানেন সর্বোচ্চ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মামলা চালিয়ে যাওয়া পর্যন্ত এই দণ্ডাদেশটি ৬ বছরের কারাদন্ডে কমিয়ে আনা হবে। | Nazrana Yuszfzai, lo sai vero che la sentenza verrà ridotta a 6 anni fino al procedimento della Corte Suprema? |
19 | সাংবাদিক জাভেদ আজিজ খান শিল্পীর হাতে আঁকা একটি ছবি পোস্ট করেছেনঃ | Il giornalista Javed Aziz Khan ha pubblicato una foto della cantante: |
20 | শিল্পী #ঘাযালাজাভেদকে ২০১২ সালে পেশোয়ারে হত্যা করা হয়েছে। | La cantante Ghazala Javed uccisa a Peshawar nel 2012. |
21 | তাকে হত্যার দায়ে তাঁর সাবেক জীবনসঙ্গীকে আদালত তাঁর হত্যা মামলার অধীনে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। | La Corte ha condannato a morte l'ex marito per omicidio. |
22 | পশতু ভাষায় গাওয়া ঘাযালার গানগুলো আফগানিস্তানেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। পশতু ভাষাটি আফগানিস্তানের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে একটি। | Le canzoni pashtu di Ghazala erano famose anche in Afghanistan, essendo il pashtu una delle lingue ufficiali dell'Afghanistan. |
23 | কাবুলে অনুষ্ঠিত ঘাযালার শেষ গানের আসর থেকে হাইপ্রগি একটি ভিডিও পোস্ট করেছেনঃ | L'utente Hyprgee ha postato un video dell'ultimo concerto di Ghazala a Kabul: |
24 | ২০১৩ সালে কাবুলে অনুষ্ঠিত ঘাযালা জাভেদের শেষ গানের আসরের পশতু গান, পার্ট ৫ ইউটিউবঃ @ইউটিউব থেকে http://t.co/YrFMCSVMF1 | L'ultimo concerto di Ghazala Javed - Canzone pashtu 2013 a Kabul - Parte 5 - YouTube |