Sentence alignment for gv-ben-20130903-38448.xml (html) - gv-ita-20130827-84134.xml (html)

#benita
1‘ডার্ক ইজ বিউটিফুল’ ক্যাম্পেইন ভারতে গায়ের রংয়ের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছেIndia: la campagna “Scuro è Bello” mette in discussione i pregiudizi sul colore della pelle
2ভারতে গায়ের ফর্সা রংয়ের প্রতি অনেক মানুষের দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা দূর করে সব ধরনের ত্বকের সৌন্দর্য প্রতিষ্ঠার একটি আন্দোলন শুরু হয়েছে।Un movimento indiano che promuove la bellezza di ogni colore della pelle si sta scontrando contro l'ossessione per la pelle chiara [en, come gli altri link, salvo diversa indicazione] del paese.
3২০০৯ সালে একদল নারী ‘ডার্ক ইজ বিউটিফুল‘ প্রচারণা প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে পুরস্কার বিজয়ী পরিচালক-অভিনেত্রী নন্দিতা দাস প্রচারণা কার্যক্রমে যোগ দিলে এটি আরো বেগবান হয়।“Scuro è Bello“, una campagna fondata nel 2009 da un gruppo di donne, è un movimento che nel 1013 è cresciuto molto, soprattutto da quando la premiata attrice e regista Nandita Das [it] è diventata portabandiera della campagna.
4তিনি সাম্প্রতিক বছরগুলোতে গায়ের কালো রং নিয়ে যে নেতিবাচক ধারণা প্রচলিত তার বিরুদ্ধে সামাজিক মাধ্যম এবং মূলধারার মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, এর কারণগুলো নিয়ে সক্রিয়ভাবে কথা বলছেন।Das, che ha denunciato i pregiudizi contro la pelle scura emersi negli ultimi anni, ha promosso attivamente la causa del movimento con una serie di interviste rilasciate attraverso i social media e i canali di informazione tradizionale.
5ভারতের বেশিরভাগ মানুষ গায়ের ফর্সা রং চায়!
6কেননা তারা মনে করেন কালো রংয়ের ত্বক হল কুৎসিত। এবং এটা তাকে অন্যদের চেয়ে পিছিয়ে রাখে।In India, il desiderio di avere una pelle più chiara è alimentato dalla crescente convinzione che la pelle scura sia sgradevole ed esteticamente inferiore.
7গায়ের ফর্সা রং শুধু সৌন্দর্যের স্বরূপ-ই নির্দেশ করে না, এটা তাকে আত্মবিশ্বাসী, সফল এবং সুখী করে তোলে।La pelle chiara non è soltanto ritenuta un segno inequivocabile di bellezza, ma persino un elemento essenziale per ottenere autostima, successo e felicità.
8আর এই সুযোগটা নেয় ক্রিম, লোশন, সাবান, প্রসাধনীর মতো রং ফর্সাকারী ব্র্যান্ডগুলো।Le case produttrici hanno subito approfittato di questa mania vendendo creme, lozioni, saponi, cosmetici e prodotti per l'igiene personale che garantiscono effetti schiarenti sulla pelle.
9আর্টলান্টিক ম্যাগাজিনের প্রতিবদেন অনুযায়ী ভারতে এই রং ফর্সাকারী শিল্প বছরে ৪০ কোটি মার্কিন ডলারেরও বেশি ব্যবসা করে, যা কোকা-কোলা এবং চায়ের বিক্রির চেয়ে বেশি।Secondo la rivista The Atlantic, in India, la cosiddetta industria della bellezza incassa più di 400 milioni di dollari americani l'anno, molto più della Coca Cola o dei produttori di tè.
10বছর কয়েক আগে রং ফর্সাকারী একটি পণ্যের ফেসবুক অ্যাপস বেশ বিতর্ক সৃষ্টি করেছিল (গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন দেখুন)।Alcuni anni fa, su Facebook, una app che promuoveva prodotti per lo schiarimento della pelle ha scatenato numerose controversie (Si veda il Global Voices report).
11বস্তুত ভারতের বাঙালি সমাজে গায়ের রং নিয়ে সবচে' বেশি মতভেদ রয়েছে। যদিও বিশ্ববাসী, ভারতীয়দের গায়ের রং বাদামি হিসেবেই দেখে থাকেন।Nonostante il resto del mondo pensi che la maggior parte degli indiani abbiano la pelle scura, la comunità Bengalese dell'India è arrivata a definire in modo molto accurato le gradazioni di colore della pelle.
12তাই এখানে আপনি গায়ের রং-গুলোকে ‘ধবধবে ফর্সা', ‘ফ্যাকাশে ফর্সা', ‘দুধে আলতা' ‘স্বাভাবিক ফর্সা', ‘উজ্জ্বল ফর্সা' থেকে ‘উজ্জ্বল শ্যামলা' হয়ে ‘কুচকুচে কালো' হিসেবে দেখতে পাবেন। সম্প্রতি যদিও গায়ের রংয়ের পুরোনো সংস্কার থেকে বের হয়ে সৌন্দর্যের আরো বড় পরিসরে আসার আহবান জানানো হচ্ছে।Si va pertanto dalle pelli ‘molto chiare', ‘leggermente chiare', ‘doodhe-aalta' (un particolare termine Bangla usato per descrivere un incarnato rosato, un rosa ottenuto versando una goccia di vernice rossa nel latte), ‘color del grano', dalla ‘bellezza chiara e luminosa' al cupo ‘ujjwal shyambarna' (un altro termine particolare che si riferisce alle pelli scure dotate di una sfumatura grigio-bluastra, molto simile a quella tradizionalmente associata all'iconografia di Vishnu/Krishna), fino al ‘koochkooche kaalo' o alla pelle color carbone.
13তারপরেও গায়ের রংয়ে আত্মবিশ্বাস এবং সফলতার ধারনা বাড়ছে। ‌ কেন এই পরিবর্তন জরুরি তা ‘ডার্ক ইজ বিউটিফুল' ক্যাম্পেইনে ব্যাখ্যা করা হয়েছে:Di recente, tuttavia, sono notevolmente aumentati gli appelli a liberarsi dai pregiudizi sul colore della pelle e a guardare a una nuova, complessiva definizione di bellezza, scevra da preconcetti che legano stima e successo al colore della pelle.
14‘ডার্ক ইজ বিউটিফুল' একটি সচেতনতামূলক ক্যাম্পেইন।
15এই ক্যাম্পেইনের মাধ্যমে গায়ের রংয়ের প্রতি যে অযথাই দুর্বলতা আছে সেই প্রভাব থেকে বেরিয়ে এসে সব ধরনের রং ও সৌন্দর্যকে উদযাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
16২০০৯ সালে উইমেন অব ওয়ার্থ ক্যাম্পেইনটি শুরু করে।La campagna “Scuro è Bello” motiva le necessità di un cambiamento:
17ক্যাম্পেইনের মূল চ্যালেঞ্জ হলো গায়ের ফর্সা রংয়ের মূল্যবোধ এবং সৌন্দর্য নিয়ে মানুষের বিদ্যমান বিশ্বাস (ভারত এবং বিশ্বব্যাপী)।Scuro è Bello è una campagna di sensibilizzazione che cerca di attirare l'attenzione sulle conseguenze negative portate dai pregiudizi sul colore della pelle e celebra la bellezza e la diversità di tutte le carnagioni.
18সামাজিক আচরণের মাধ্যমে এই বিশ্বাস একটি মাত্রা পেয়েছে।
19মিডিয়া মেসেজ দেয়ার মাধ্যমে একে শক্তিশালী করে তুলেছে। যা আবাল-বৃদ্ধ অগণিত মানুষের আত্মমর্যাদাকে ক্ষয় করেছে।Promossa nel 2009 da Women of Worth, la campagna sfida la convinzione che il valore e la bellezza degli individui (sia in India che nel resto del mondo) siano determinati dal colore della pelle.
20ভারতের পুরস্কার বিজয়ী অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস ভারতীয় সমাজে গায়ের রংয়ের প্রতি দুর্বলতার সমালোচনা করে অনেক কথা বলেছেন।
21ছবিটি ‘ডার্ক ইজ বিউটিফুল' ক্যাম্পেইনের ফেসবুক পাতা থেকে নেয়া হয়েছে।Questa convinzione, modellata dall'opinione sociale e rinforzata dai messaggi mediatici, intacca il valore individuale di innumerevoli persone, sia giovani che anziane.
22ক্যাম্পেইন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু হওয়ার পর তা মূলধারার মিডিয়ার গোচরে আসে।L'attrice e regista indiana Nandita Das ha denunciato i pregiudizi sul colore della pelle in seno alla società indiana.
23টুইটারে তাদের বার্তা ছিল উচ্চকিত এবং পরিষ্কার:
24বোকামি এবং গায়ের রংয়ের পার্থক্য-কে না বলুন…Foto tratta dalla pagina Facebook della campagna “Scuro è Bello.”
25ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ১৫ আগস্ট ২০১৩ তারিখে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ভারতীয়দেরকে “১.
26২ বিলিয়ন সৌন্দর্যময় রংয়ের সাথে স্বাধীনতা দিবস উদযাপনে”র আহবান জানানো হয়।La campagna è stata promossa attivamente attraverso i social media e ha catturato l'attenzione dei media tradizionali.
27“ডার্ক ইজ বিউটিফুল” প্রচারণার আপলোড করা ভিডিওটি এখানে আছে।Il messaggio lanciato su Twitter suona forte e chiaro:
28ভিডিওটিতে ভারতের গায়ের রংয়ের বিপুল বৈচিত্র্যকে উদযাপন করা হয়েছে:Diciamo NO alla Stupidità e alla Discriminazione per il colore della pelle… http://t.co/NiWGttKykl
29ক্যাম্পেইনটি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।- Scuro è Bello (@disbcampaign) 10 agosto 2013
30টুইটারে কিছু প্রতিক্রিয়া এসেছে যেখানে ফর্সা ত্বক এবং রং ফর্সাকারী পণ্যের প্রতি মনোভঙ্গি কেমন তা দেখা গেছে।
31অনেকেই আশা প্রকাশ করেছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গি ভালোভাবেই পাল্টে যাবে।Come parte della campagna, il 15 agosto 2013 è stato rilasciato un video che invita gli Indiani a “celebrare il giorno dell'Indipendenza con 1,2 miliardi di sfumature di bellezza”.
32তাছাড়া এই আলোচনার মাধ্যমে গায়ের রং নিয়ে মানুষের যে পুরোনো সংস্কার রয়েছে, তা লাঘব হবে।Questo è il link al video pubblicato dalla campagna “Scuro è Bello” per celebrare la diversità dei colori della pelle in India:
33কলকাতা থেকে ফার্স্ট পোস্ট ডট কম (Firstpost.com) এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক সন্দীপ রায় (@sandipr) লিখেছেন:
34ভারতের স্বাধীনতার ৬৬ বছর পরে ফেয়ার অ্যান্ড লাভলী'র প্রতি ব্যগ্রকামনা ‘ডার্ক ইজ বিউটিফুল' নয়।
35এ যেন ডেভিড বনাম গোলিয়াথের গল্প।In rete la campagna ha stimolato numerose discussioni.
36@kalw থেকে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপনা বিষয়ের পরামর্শক এবং আন্তর্জাতিক স্বাস্থ্যকর্মী পারুল বাট্রা (@parul_batra) টুইটারে মনে করিয়ে দিয়েছেন যে, রং ফর্সাকারী পণ্যগুলো সবচে' বেশি অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠান:I messaggi su Twitter rispecchiano alcuni dei pensieri degli indiani - che vanno dai dibattiti sulla concezione di bellezza e sull'uso dei prodotti schiarenti, alla speranza che la campagna riesca a cambiare in meglio l'idea di bellezza della gente e si possa attenuare il pregiudizio legato al colore della pelle.
37ভারতে ৪৩২ মিলিয়ন ডলারের রং ফর্সাকারী ক্রিমের বাজার রয়েছে।Da Kolkata, Sandip Roy (@sandipr), editore culturale per Firstpost.com, scrive:
38যা কোকাকোলা এবং চায়ের বাজারের চেয়েও বেশি।66 anni dopo l'Indipendenza, l'India brama ancora Chiaro e Adorabile, non Scuro è Bello.
39আমাদের এই হাস্যকর অবস্থা কাটাতে হবে।Sembra la storia di Davide contro Golia http://t.co/QU1bCcWkP6 via @kalw
40ডার্ক ইজ বিউটিফুলকে সমর্থন দিন।- Sandip Roy (@sandipr) 14 agosto 2013
41মুম্বাইয়ের সিনেমা পরিচালক শেখর কাপুর (@shekharkapur) বিজ্ঞাপনকে অভিযুক্ত করেছেন: মানুষের চাহিদাকে কি রং ফর্সাকারী ক্রিম তুষ্ট করতে পারে?Parul Batra (@parul_batra), ingegnere elettronico, consulente manageriale ed esperto di salute mondiale, ricorda agli utenti di Twitter che l'industria dei prodotti di bellezza è una grande macchina economica:
42তাদের বিজ্ঞাপন কি আপনার গায়ের রং নিয়ে দুর্ভাবনার অনুভব তৈরি করে?Il mercato delle creme di bellezza, in India, incassa 432 milioni di dollari, molto più della coca cola o del tè.
43তারা চাহিদা তৈরি করছে।Finiamola con questa stupida ossessione.
44দিল্লির সাংবাদিক এবং প্রযুক্তি বিষয়ক লেখক মাধবন নারায়ণ (@madversity) টুইট করেছেন:Sosteniamo http://t.co/A4fZGZDK8h - Parul Batra (@parul_batra) 16 agosto 2013
45কালো রং ফর্সার করার ক্রিম সৌন্দর্যের সমালোচনায় জড়িত।Da Mumbai, il regista Shekhar Kapur (@shekharkapur) accusa anche le campagne pubblicitarie:
46রং ফর্সাকারী ক্রিমগুলো গায়ের কালো রং-কে ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে।
47মুম্বাইয়ের কগনিটিভ ডিজন্যান্স (@_HJ86) রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের ভণ্ডামির কথা তুলে ধরেছেন:Le creme di bellezza si limitano a soddisfare una domanda o cercano, con le loro pubblicità, di creare malcontento per il colore della nostra pelle?
48আমরা যে বিশ্বে বাস করি সেখানে রং ফর্সাকারী ক্রিমের ভয়ানক বাজার রয়েছে।
49আশা করবো, মানুষজন রং বিদ্বেষী হয়ে উঠবে না।Stanno creando la domanda. - Shekhar Kapur (@shekharkapur) 13 agosto 2013
50@madversity ত্রিভানদ্রামের লিলি (@lillyvgp) ব্যাপক আশাবাদী এই ক্যাম্পেইন নিয়ে:Da Delhi, il giornalista e scrittore Madhavan Narayanan (@madversity) scrive:
51নন্দিতা দাসের ‍”ডার্ক ইজ বিউটিফুলLe creme scurenti comportano chiare critiche.
52। স্টে আনফেয়ার ক্যাম্পেইন” নিয়ে আমি ব্যাপক আশাবাদীLe creme schiarenti si prestano all'umorismo nero.
53। এটা তুমুলভাবে সফল হবে- Madhavan Narayanan (@madversity) 19 agosto 2013
54। আমার সময়ে না হোক, অন্তত আমার নাতিপুতিরা রং বিদ্বেষের বাইরে বেড়ে উঠুক।Cognitive Dissonance (@_HJ86) da Mumbai fa notare l'ipocrisia delle pubblicità delle creme schiarenti:
55গায়ের রংয়ের প্রতি দুর্বলতা ভারতে একটি বড় ইস্যু। ছবি নেয়া হয়েছে জিপ্পোরা মাধুকর ফটোগ্রাফি থেকে।Viviamo in un mondo in cui le creme schiarenti vengono fortemente pubblicizzate e poi ci si aspetta che la gente non diventi razzista per il colore della pelle @madversity - Cognitive Dissonance (@_HJ86) 19 agosto 2013
56সিসি বিওয়াই-এনসি-এনডি ৩.Da Trivandrum, Lilly (@lillyvgp) nutre grandi speranze:
57০ ডার্ক ইজ বিউটিফুল ক্যাম্পেইন রং ফর্সকারী পণ্যের ব্র্যান্ড এবং বিপণনকারীদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছে।Spero sinceramente che la campagna di Nandita Das, “Scuro è Bello” raccolga un grande successo, così che almeno i miei pronipoti non debbano avere a che fare con il razzismo.
58তাদেরকে বৈষম্যমূলক বিজ্ঞাপন প্রচার না করতে অনুরোধ করেছে।- Lilly (@lillyvgp) 15 agosto 2013 I pregiudizi sul colore della pelle sono un tema caldo in India.
59উল্লেখ্য, বিজ্ঞাপনগুলোতে ফর্সা ত্বককে সাফল্যের অগ্রদূত হিসেবে দেখানো হয়েছে।Foto di Zippora Madhukar Photography per la campagna Scuro è Bello. CC BY-NC-ND 3.0
60প্রসাধনী কোম্পানি ইমামীর ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের সর্বশেষ বিজ্ঞাপনটি তুলে নিতে একটি অনলাইন পিটিশন করা হয়েছে।La campagna “Scuro è Bello” sta cercando di coinvolgere attivamente i rivenditori e i produttori dei prodotti schiarenti, esortandoli ad abbandonare le pubblicità “ingiuste”, che suggeriscono che la pelle chiara sia sinonimo di successo.
61বিজ্ঞাপনটিতে বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনয় করেছেন। শাহরুখ খান ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।La campagna ha anche promosso una petizione online per invitare l'azienda cosmetica Emami a ritirare il suo ultimo spot commerciale per la crema Fair & Handsome (Chiaro e Bello), in cui compare la stella di Bollywood Shahrukh Khan, ambasciatore del prodotto.
62ক্যাম্পেইনের প্রতিবেদন অনুসারে:Secondo i leader della campagna:
63“ডার্ক ইজ বিউটিফুল” ক্যাম্পেইনের সাম্প্রতিক উদ্যোগ হলো এই পিটিশন।Questa petizione è l'ultima iniziativa della campagna “Scuro è Bello.”
64২০০৯ সালের এই ক্যাম্পেইনে চ্যালেঞ্জিং নারী এবং মেয়েরা দেখেছে রং-কে ছাড়িয়ে যাওয়া এক সৌন্দর্যকে।Attiva dal 2009, la campagna invita donne e ragazze a cercare la “Bellezza Oltre il Colore”.
65বর্তমানে চেঞ্জ. অর্গ পিটিশনে আমরা পুরুষ এবং ছেলেদেরকে জেগে উঠার আহবান জানিয়েছি, যারা এখন বৈষম্যমূলক বিজ্ঞাপনের দর্শকে পরিণত হয়েছেন।Adesso, con questa petizione su change.org, ci stiamo rivolgendo anche agli uomini e ai ragazzi a cui vengono dirette le pubblicità “ingiuste”.
66আপনি এই পিটিশনের আরো বিস্তারিত জানতে পারবেন এখানে।Ulteriori informazioni sulla petizione possono essere trovate qui.
67ক্যাম্পেইনে ব্লগ, টুইটার এবং ফেসুবক পাতা অনুসরণ করতে পারেন।Seguite il blog, e le pagine di Twitter e Facebook della campagna.