# | ben | ita |
---|
1 | ইরান: বিদায় আহমাদিনেজাদ | Iran: bye bye, presidente Ahmadinejad |
2 | আহমাদিনেজাদের প্রস্থান। | La fine di Ahmadinejad. |
3 | সূত্র: টুইটার ব্যবহারকারী @আতেহরানি | Fonte: utente Twitter @Aatehranii |
4 | ১৯৭৯ সালে অনুষ্ঠিত ইরান বিপ্লবের পর থেকে ইরানের সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী রাষ্ট্রপতি গত শনিবার, ৩ আগস্ট, ২০১৩ তারিখে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় গ্রহণ করে। | Il presidente più controverso [en, come gli altri link salvo diversa indicazione] dell'Iran dai tempi della rivoluzione del 1979 ha lasciato l'incarico Sabato, 3 Agosto 2013. |
5 | তার উত্তরসূরি, হাসান রোহানির উপর দায়িত্ব বর্তেছে, দেশে বিদেশে আহমাদিনেজাদ যে ক্ষতি সাধন করেছে তা ঠিকঠাক করা। | Il suo successore, Hassan Rouhani, è ora incaricato di arginare il danno provocato da Ahmadinejad in patria e all'estero. |
6 | আহমাদিনেজাদের বিদায় উদযাপনে নেট নাগরিকরা ছবি, বার্তা, এবং টুইট প্রকাশ করেছে। | I netizen hanno pubblicato foto [ar/en], post, messaggi e tweet per festeggiare la sua dipartita. |
7 | কেউ কেউ ২০০৯ সালে সেই বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী বিক্ষোভের ঘটনা স্মরণ করেছে, যে নির্বাচনের মাধ্যমে আহমাদিনেজাদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হন। | Alcuni hanno ricordato il movimento di protesta del 2009 in seguito alla controversa elezione parlamentare che vide Ahmadinejad eletto al suo secondo mandato. |
8 | #আহমাদিবাইবাই ছিল এর স্লোগান এবং হ্যাশট্যাগ। | #AhmadiByeBye è lo slogan e l'hashtag usato dai netizen. |
9 | প্রাক্তন এই রাষ্ট্রপতির বেশ কিছু ছবি এবং কার্টুন টুইটারে প্রদর্শিত হয়। | Diverse foto e vignette dell'ex presidente sono state condivise su Twitter. |
10 | ইরানি এবং ইরানি-নন এমন অনেকে বলছেন যে মাহমুদ আহমাদিনেজাদ বিগত আট বছরে বিভিন্ন বিষয়ে মিথ্যা বলেছেন। | Molti Iraniani, e non iraniani, sostengono che Mahmoud Ahmadinejad abbia mentito su diverse questioni per otto anni. |
11 | হাদি নীলি, ইরানের এক সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর প্রাক্তন লেখক, তিনিও একই চিন্তা প্রদর্শন করেছেন: | Hadi Nili, giornalista iraniano ed ex collaboratore di Global Voices, ha condiviso lo stesso pensiero: |
12 | @হাদিনীলি: আজ রাতে #ইরান তার অন্যতম সেরা একজনকে হারালা, যে কিনা মিথ্যা বলায় সেরা। | “Stasera l'#Iran perde uno dei suoi migliori; il migliore nel mentire. #AhmadiByeBye“, scrive @rezayekhali |
13 | #আহমাদিবাইবাই, লিখেছেন@রেজাইখালিলি | - Hadi Nili (@HadiNili) August 2, 2013 |
14 | সালার টুইট করেছেন [ফার্সি ভাষায়]: | Sallar ha pubblicato su Twitter [fa]: |
15 | @সালার:এই আট বছরে সে প্রায় কোন প্রশ্নের উত্তর দেয়নি, সবসময় ছদ্ম উপহাসের মাধ্যমে সে প্রশ্ন এড়িয়ে গেছে | In otto anni non ha risposto ad una sola domanda. Ha sempre evitato, con scherno, le domande. |
16 | বিগত নির্বাচনের ইতিহাস এবং গ্রীন আন্দোলনও আজকের বার্তায় উপস্থিত ছিল | I fantasmi dell'elezione precedente e del Movimento Verde sono ancora presenti nei messaggi odierni. |
17 | মেহেদি শাহারখিজ টুইট করেছেন: | Mehdi Saharkhiz ha pubblicato su Twitter: |
18 | @অনলিমেহেদি: আজ, ঠিক এই মূর্হুতে তার অবস্থান ঠিক সেখানে যেখানে তার চার বছর আগে যাওয়ার কথা ছিল। | Oggi, proprio adesso, lui se ne sta andando dal posto da cui avrebbe dovuto andarsene 4 anni fa. |
19 | কিন্তু এখন আর তাতে কি আসে যায়। সে তো চলে যাচ্ছে। | Ma ciò che importa è che se ne sia andato #AhmadiByeBye #iranbrief |
20 | #আহমাদিবাইবাই, #ইরানব্রিফ | - Mehdi Saharkhiz (@onlymehdi) August 2, 2013 |
21 | মেহেদি শাহারখিজ আমাদের বির্তকিত সেই রাষ্ট্রপতি নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, অনেকের বাদী উক্ত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে: | Mehdi Saharkhiz ci ricorda la discussa elezione presidenziale quando in tanti sostennero che i risultati delle elezioni erano stati manipolati: |
22 | @অনলিমেহেদি: তিনি এখন এক প্রাক্তন ব্যক্তি, শুধু এক প্রাক্তন ব্যক্তি। | Lui è un ex. Solo un ex. Non posso dire presidente. |
23 | আমি তাকে রাষ্ট্রপতি বলতে পারি না। | Il vero presidente è ancora agli arresti domiciliari. |
24 | সত্যিকারের রাষ্ট্রপতি এখনো গৃহবন্দী। | #AhmadiByeBye è quello che lui è #iranbrief |
25 | আহমাদিনেজাদবাইবাই আহমাদিনেজাদের প্রস্থান হচ্ছে তাই যা হওয়া উচিত ইরানব্রিফ | - Mehdi Saharkhiz (@onlymehdi) August 2, 2013 |
26 | আহমাদিনেজাদের প্রস্থানে বেশ কয়েকজন ইরানি নাগরিক তাদের আনন্দ প্রকাশ করেছে। | Molti Iraniani hanno condiviso la loro gioia per la dipartita di Ahmadinejad. |
27 | তারা আঘাদাশলো টুইট করেছে: | Tara Aghdashloo ha scritto su Twitter: |
28 | তারাআঘাদাশোল আমার ছেলেবন্ধু বাসার চারপাশে পায়চারী করছে এবং গাইছে আহমাদিবাইবাই। | Il mio ragazzo gironzola per casa cantando #AhmadiByeBye - e non è nemmeno Iraniano. |
29 | এমন কি সে ইরানি নয়। | - Tara Aghdashloo (@taraaghdashloo) June 18, 2013 |
30 | যশ শাহরেয়ার একই উল্লাস প্রদর্শন করেছে এবং বলছে | Josh Sharyar condivide la stessa gioia e scrive: |
31 | জেশাহরেয়ার:আহমাদিনেজাদের প্রস্থানে খুব একটা আনন্দিত হতে পারছি না। | Non si può essere troppo felici per la dipartita di Ahmadinejad. |
32 | এখনো অনেক সাংবাদিক, একটিভিস্ট, আইনজীবী, নাগরিক তার কারণে কারাগারে বন্দী। | Troppi giornalisti, attivisti, avvocati, cittadini ancora in prigione a causa sua. #AhmadiByeBye |
33 | আহমাদিবাইবাই | - Josh Shahryar شهريار (@JShahryar) August 2, 2013 |