Sentence alignment for gv-ben-20150331-47940.xml (html) - gv-ita-20150324-94672.xml (html)

#benita
1মিয়ানমারে মানবাধিকার এবং সমতা উন্নয়নে ৫ টি এ্যানিমেশন ভিডিও5 video d'animazione promuovono i diritti umani e l'uguaglianza in Myanmar
2মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকে তুলে ধরতে তৈরি করা একটি এ্যানিমেশন ভিডিওর স্ক্রিনক্যাপ
3সারা দেশ জুড়ে মানবাধিকার, সমতা এবং সুবিচার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে মিয়ানমারে একটি দল বেশ কিছু এ্যানিমেশন ভিডিও ব্যবহার করছে।
4‘মিয়ানমার সমতা' নামক গ্রুপটি জনগণের ক্ষমতায়ন এবং সামাজিক রুপান্তরে অনুপ্রানিত করতে তাদের মানবাধিকার শিক্ষা এবং এ্যাডভোকেসি কার্যক্রমের জন্য এসব মাল্টিমিডিয়া সম্ভারের উন্নয়ন করেছে।
5গত ১৫ বছরে গ্রুপটি নারী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বৌদ্ধ ভিক্ষু এবং ভিন্নমতাবলম্বী গির্জার যাজক, সক্রিয় কর্মী, বিদ্যালয় শিক্ষক, সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কৃষক এবং কর্মী, যারা এখন তাদের মানবাধিকার প্রশিক্ষক এবং এ্যাডভোকেট নেটওয়ার্কের একটি অংশ তাদের সবাইকে প্রশিক্ষণ দিয়েছে।
6এই কর্মশালাগুলোর মাধ্যমে গ্রুপটি কয়েকটি সামাজিক সমস্যাকে চিহ্নিত করতে পেরেছে।
7প্রতিনিয়ত মিয়ানমার আজ এসব সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছে।Immagini tratte da un video di animazione che sottolinea gli abusi sui diritti umani in Myanmar
8এই ইস্যুগুলো সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আরও গণতান্ত্রিক এবং সবকিছু নিয়ে একটি সমাজ নির্মান করতে মানবাধিকারের প্রসঙ্গটি অংশগ্রহনকারীরা বুঝতে শিখেছেন।
9ভিডিওগুলো যথেষ্ট সাধারন হলেও শিক্ষামূলক। অন্যান্য দেশেও এগুলো ব্যবহার করা যায়।In Myanmar un gruppo usa video animati per promuovere in tutta la nazione temi quali diritti umani, uguaglianza e giustizia.
10কারন ভিডিওগুলো বিষয়গুলো বৈশ্বিক এবং সহজেই বোঝা যায়।
11নির্বাচন গ্রুপটি একেবারে সম্প্রতি যেসব ভিডিও আপলোড করেছে, সেগুলো আসন্ন নির্বাচন নিয়ে খোলাখুলি কথা বলেছে।Equality Myanmar ha realizzato queste risorse multimediali per i suoi programmi di difesa e di educazione sui diritti umani per responsabilizzare la popolazione e ispirare una trasformazione sociale.
12ভিডিওতে বেশ কয়েকজন ভোটারকে লক্ষনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যারা নির্বাচনের সাথে সম্পর্ক যুক্ত কয়েকটি সমস্যা তুলে ধরেছেন।Negli ultimi 15 anni il gruppo ha formato donne, studenti universitari, monaci e pastori, attivisti, insegnanti, leader della comunità, agricoltori e lavoratori che fanno ora parte del network di formatori e difensori dei diritti umani.
13যেমন দমননীতির দ্বারা শাসন, চুরি করা, সেন্সরশিপ এবং বিভিন্ন রকমের মানবাধিকার লঙ্ঘনঃAttraverso questi workshop, il gruppo riesce ad affrontare alcuni dei problemi sociali che affronta il Myanmar.
14রাজনীতিতে নারী এই ভিডিওটি রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করেছে।Oltre a rendersi consapevoli di tali questioni, i partecipanti imparano anche a comprendere l'importanza dei diritti umani nella costituzione di una società più democratica e inclusiva.
15এখানে মিয়ানমারের একজন তরুণীর গল্প বলা হয়েছে। তিনি একজন সরকারী কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন।I video sono semplici, ma educativi, e possono essere utilizzati anche in altre nazioni essendo gli argomenti universali e facili da capire.
16দারিদ্র্য এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম উন্নততর সামাজিক নীতির প্রয়োজনীয়তা উপলব্ধি করার পর তিনি এই স্বপ্ন দেখতে শুরু করেছেন।
17শুরুতে তাঁর পরিবার তাকে নিরুৎসাহিত করেছে।Il video caricato più di recente dal gruppo ha a che fare con le prossime elezioni.
18তবে তিনি এই স্বপ্ন পূরণে অধ্যবসায়ী এবং সংসদের একজন সদস্য হতে চেষ্টা করে যাচ্ছেনঃ শিশু শ্রমIl video mostra molti votanti esposti ad alcuni dei problemi legati alle elezioni, come coercizione, imbrogli, censura e varie violazioni dei diritti umani:
19মোয়াং মোয়াং আই ভিডিওটি তৈরি করেছেন।Questo video promuove la partecipazione delle donne in politica.
20এতে তিনি শিশু শ্রম শোষণ বিষয়টি তুলে ধরেছেন।
21ভিডিওটিতে একজন নারী তাঁর ছেলেবন্ধুকে প্রত্যাখ্যান করেছেন। কারন ছেলেবন্ধুটি এমন একটি কোম্পানির শার্ট পরে আছেন যেখানে শিশু শ্রমকে কাজে লাগানো হয়ঃRacconta la storia di una giovane ragazza del Myanmar che sogna di diventare un funzionario della pubblica amministrazione dopo aver avvertito il bisogno di un miglioramento della politica sociale per riuscire a combattere la povertà e l'ingiustizia.
22ঘৃণা বাচন আরেকটি ভিডিও জনগণকে ঘৃণা বাচনের ঝুঁকি মনে করিয়ে দিয়েছে।All'inizio la sua famiglia la scoraggia, ma lei persegue nel suo intento e riusce a diventare membro del parlamento:
23ভিডিওটিতে ঐক্যবদ্ধভাবে বসবাস করা একটি গ্রাম দেখানো হয়েছে।Questo video, prodotto da Maung Maung Aye, mostra lo sfruttamento del lavoro minorile.
24তবে গ্রামটির আকাশে শত্রুতা এবং বিদ্বেষ ছড়াতে যখন একটি শকুনের (ঘৃণা বাচন বোঝাতে) আবির্ভাব হল তখন বিশৃঙ্খলা ঘনিয়ে এলো।Nel video, una donna rifiuta il suo ragazzo dopo aver notato che veste una maglia prodotta da un'azienda che sfrutta la manodopera minorile:
25সৌভাগ্যবশত ভালবাসা এবং শান্তি ছড়িয়ে দিতে একটি ঘুঘু পাখিও শহরের উপর দিয়ে উড়তে লাগলো।Un altro video rilevante ricorda al pubblico i pericoli dell'istigazione all'odio (hate speech).
26যেহেতু মিয়ানমারে অনলাইন ঘৃণা বাচন তীব্রতর হচ্ছে, তাই ব্যাপকভাবে ভিডিওটির প্রচারণা চালানো উচিৎ।
27ঘৃণা বাচনের কারণে দেশটির বিভিন্ন অংশে উত্তেজনা এবং সাম্প্রদায়িক দ্বন্দ্ব ফুঁসে উঠছে। বৈচিত্র্য এবং বৈষম্যIl video mostra una cittadina che vive in armonia, ma quando giunge un avvoltoio (simbolo dell'hate speech), avviene il caos, diffondendo ostilità e animosità.
28বৈচিত্র্যের প্রসার ঘটাতে মোয়াং মোয়াং আয়ে একটি ভিডিও তৈরি করেছেন।Per fortuna, una colomba vola sulla città a ristabilire amore e pace.
29এটির মাধ্যমে তিনি লিঙ্গ, জাতি, ধর্ম অথবা গায়ের রঙের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ না করতে জনগণকে উদ্বুদ্ধ করেছেন।Questo video dovrebbe essere promosso largamente poiché l'hate speech online si è intensificato in Myanmar, dando vita a tensioni e conflitti comunitari in varie parti della nazione.
30দেশটিতে জাতি বৈষম্যের উত্থান এবং নৃতাত্ত্বিক বৈষম্যের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে এই ভিডিওটি আবার বেশ উপকারী।Maung Maung Aye ha prodotto un video che promuove la diversità e incoraggia la gente a non discriminare gli altri sulla base del genere, della razza, della religione o del colore della pelle.
31মিয়ানমারে ১০০ টিরও বেশি সংখ্যক নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে এবং জনসংখ্যার বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী।Di nuovo, il video risulta utile nella lotta contro il razzismo e la discriminazione etnica nella nazione.
32সৃজনশীল এই ভিডিওগুলো মিয়ানমারের সমাজকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে।In Myanmar ci sono più di 100 gruppi etnici e la maggior parte della popolazione è buddista.
33তাঁর পাশাপাশি এটি এডভোকেসি কাজে মানবাধিকার শিক্ষা উন্নয়নের মূল্য প্রমাণ করে দেখায়।Questi video offrono una migliore comprensione della società del Myanmar così come mostrano il valore della promozione dell'educazione sui diritti umani attraverso un lavoro di sostegno.