# | ben | ita |
---|
1 | হন্ডুরাস: ভিডিওর মাধ্যমে রাজনৈতিক অবস্থা বোঝানোর চেষ্টা | Honduras: aggiornamenti sulla situazione tramite i video dei cittadini |
2 | হন্ডুরাসে সাম্প্রতিক বিভ্রান্তকর ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে দেশের জনগণ এখনও বুঝে উঠতে পারেনি যে আসলে কি ঘটেছে, যেমনটি আমাদের আগের পোস্টে আমরা আলোচনা করেছি। | |
3 | এই দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি জেলায়াকে সেনাবাহিনী কর্তৃক রাতের পোশাকে কোস্টা রিকা পাঠিয়ে দেয়া হয় এবং মিশেলেত্তিকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে, যিনি ক্ষমতায় এসেই পরিস্থিতি শান্ত রাখার জন্যে কার্ফিউ জারী করেছেন। | Dopo gli ultimi e poco chiari sviluppi della situazione in Honduras, dove il Presidente eletto Zelaya è stato rimosso dall'esercito e spedito in Costa Rica con ancora addosso il pigiama, Micheletti ha assunto il potere, e tra le altre misure per consolidare l'ordine pubblico ha imposto un coprifuoco. I cittadini provano intanto a farsi un'idea della situazione, come illustrato anche da questo post precedente [it]. |
4 | কিছু অধিবাসী ভিডিও ব্যবহার করে তাদের মতামত প্রকাশের চেষ্টা করছেন, আমার সেরকম কয়েকটি প্রচেষ্টাকে তুলে ধরব। | Alcuni netizen hanno fatto ricorso ai video per illustrare i propri punti di vista, e di seguito ne presentiamo una selezione. |
5 | নীচের ছবিটি সাম্প্রতিক গোলযোগের উপর ছবির একটি সেটের অংশ যা ২৮শে জুনের ঘটনার পর বিএলএলকিউ২১ কর্তৃক ফ্লিকারে আপলোড করা হয়। | La foto seguente proviene da un set di immagini dei disordini pubblicato da Bllq21 su Flickr dopo gli eventi del 28 giugno. |
6 | ছবি বিএলএলকিউ২১ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | Foto di Bllq21, pubblicata con Licenza Creative Commons |
7 | প্রথম ভিডিওটি ইংরেজী ভাষায়, যা প্রকাশের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে প্রচার করা হয়েছে। এই ভিডিওটি ব্যাখ্যা করে যে কেন সাম্প্রতিক ঘটনাবলীকে সামরিক অভ্যুত্থান বলা যাবে না। | Questo primo video in inglese [in], che ha avuto un'ampia diffusione tramite la piattaforma di microblogging Twitter, spiega i motivi per cui quanto accaduto non andrebbe definito “colpo di Stato”: |
8 | পরবর্তী ভিডিওতে এর সম্পূর্ণ বিপরীত ধর্মী এক মতামত দেখা যায়, যা বর্ণনা করে যে এটি সত্যিই একটি অভ্যুত্থানের ঘটনা। | Invece il video che segue [sp] illustra la posizione opposta, e definisce quanto accaduto come colpo di Stato. |
9 | নীচের উদ্ধৃতিগুলো এই ভিডিওর কথাবার্তা থেকে নেয়া হয়েছে। | Le citazioni riportate sono la traduzione del testo che appare in sovraimpressione: |
10 | ২৮শে জুন রবিবার। | Domenica 28 giugno. |
11 | সাংবিধানিক নির্দেশ ভঙ্গ করে রাষ্ট্রপতি হোজে মানুয়েল জেলায়া রোজালেসকে অপহরণ করে দেশ থেকে বের করে দেয়া হয়। | L'ordine costituzionale viene infranto quando il Presidente della Repubblica, José Manuel Zelaya Rosales viene rapito ed espulso dal Paese. |
12 | তথ্যের অবাধ প্রবাহকে বাধা দেয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল, টেলিফোন, ইন্টারনেট এমনকি সব জাতীয় এবং আন্তর্জাতিক নিউজ চ্যানেল ব্লগ করা হয়েছে। সব ধরনের সংবাদ মাধ্যমকেই বাধা দেয়া হয়েছে। | Sospeso l'accesso all'informazione, sospesa l'erogazione dell'energia elettrica, del servizio telefonico e di internet, bloccati tutti i canali televisivi nazionali e internazionali, occupati tutti i canali di informazione alternativa. |
13 | তারা অভ্যুত্থান সমর্থনকারী প্রচারমাধ্যম দ্বারা সংবাদ নিয়ন্ত্রণ করেছে। | L'informaizone viene manipolata dai canali favorevoli al golpe. |
14 | বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবিরা, সমকামী অধিকারের দল, শিক্ষকদের সংগঠন, নারীবাদী দল এবং অন্যান্যেরা সরকারী অফিসের সামনে আইনের শাষন রক্ষার জন্যে আন্দোলন করেছে। | Le organizzazioni popolari, civili, il movimento LGBT, studenti, associazioni di insegnanti, le femministe e altri ancora continuano a difendere lo Stato di Diritto davanti agli uffici governativi. |
15 | সারাদেশেরই নারীপুরুষ অভ্যুত্থান সমর্থনকারী ন্যাশনাল কংগ্রেসের সদস্য এবং সেনাবাহিনীর কাছ থেকে আইনের শাষন রক্ষার চেষ্টা করেছে। | Le donne e gli uomini di tutto il Paese si ergono a difesa dell'[ordine costituzionale] contro i parlamentari e i membri dell'esercito golpisti. |
16 | সকল নীপিড়ন রুখে.. আইনের শাষন প্রতিষ্ঠায় আসুন তৎপর হই। | Contro la repressione… difendiamo lo stato di Diritto! |
17 | এটি ক্ষমতার পরিবর্তন নয়, এটি সামরিক অভ্যত্থান! | Questa non è alternanza al potere, È UN COLPO DI STATO! |
18 | এর পরের ভিডিও দেখাচ্ছে ২৮শে জুন ক্ষমতার পরিবর্তনের পর বেশ কিছু সংঘাত, যদিও বর্তমান সরকারের ভাষ্যমতে পরিস্থিতি শান্ত আছে। | Quest'ultimo video [sp] rivela le violenze seguite al cambio al vertice del 28 giugno, a dispetto delle dichiarazioni governative secondo cui la situazione sarebbe tranquilla: |