# | ben | ita |
---|
1 | ফাউজিয়া কোফি কি আফগানিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে পারবেন? | |
2 | আফগানিস্তানে পরবর্তী রাষ্ট্রপতি খোঁজা শুরু হয়েছে। | Afghanistan: Fawzia Koofi primo presidente donna? La ricerca del nuovo presidente dell'Afghanistan continua. |
3 | গত শরতে আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন ২০১৪ সালের ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। | L'autunno scorso, la Commissione per le Elezioni Independenti (CEI) ha stabilito [en, come gli altri link, salvo dove diversamente indicato] che le elezioni presidenziali si terranno il 5 aprile del 2014. |
4 | গত মাসের শেষ থেকে ভোটার নিবন্ধন কাজ শুরু হয়েছে। আর এই কাজ চলবে ভোটের দুই সপ্তাহ আগ পর্যন্ত। | La registrazione degli elettori è cominciata alla fine del mese scorso e si concluderà due settimane prima del giorno delle votazioni. |
5 | এখনো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিদের চূড়ান্ত না হলেও কয়েকজনের নাম নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। | Anche se la lista completa dei candidati non è ancora stata presentata, alcuni dei nomi hanno già dato il via ad accese discussioni. |
6 | এই ভোট আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। | Questo voto è molto importante perché segnerà formalmente la fine del mandato decennale di Hamid Karzai, l'attuale presidente. |
7 | কারণ, এর মধ্যে দিয়ে দেশটির বর্তমান রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের দীর্ঘ এক দশক ব্যাপী শাসনের অবসান হবে। | Il suo governo è stato accusato di corruzione e collusione, e non ha registrato alcun progresso nelle negoziazioni con i Talebani, che continuano [Archivio di Global Voices, en] ad attaccare civili e rappresentanti del governo. |
8 | কারজাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ষড়যন্ত্র এবং হিরোইন বাণিজ্যসহ তালিবানদের সাথে সমাঝোতা করতে না পারার ব্যর্থতার অভিযোগ রয়েছে। | Pur dovendo fare a meno delle forze internazionali, che hanno lasciato il paese nel 2001, è cruciale che il nuovo presidente si occupi di queste minacce alla sicurezza nazionale. |
9 | তালিবানরা নিয়মিতভাবেই [গ্লোবাল ভয়েসেস আর্কাইভ] সাধারণ জনগণ এবং সরকারি কর্মকর্তাদের ওপর আক্রমণ পরিচালনা করেছে। দেশটির পরবর্তী রাষ্ট্রপতিকেও বিদেশী বাহিনীর সাহায্য ছাড়াই নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হবে। | Tra i candidati di maggior interesse a livello nazionale e internazionale spiccano i nomi di Fawzia Koofi, membro del Parlamento afghano e attivista per i diritti femminili; di Qayyum Karzai, il fratello maggiore del presidente Hamid Karzai, e di Abdullah Abdullah, ex Ministro degli Esteri e chirurgo ottico, il principale rivale di Karzai durante le elezioni presidenziali del 2009. |
10 | ২০০১ সাল থেকে আফগানিস্তানে বিদেশী সৈন্যের উপস্থিতি রয়েছে। | Con l'avvicinarsi delle elezioni, è certo che si registrerà un aumento del numero dei candidati. |
11 | তবে তাদের প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। | Fawzia Koofi ha già dato avvio alla propria campagna elettorale attraverso il suo sito Internet ufficiale, la pagina Facebook e l'account di Twitter. |
12 | রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফাউজিয়া কোফি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ পেয়েছেন। তিনি আফগানিস্তানের জাতীয় সংসদের সদস্য এবং নারী অধিকার কর্মী। | I media occidentali si sono catapultati a coprire la corsa presidenziale ed elogiare il libro che ha recentemente pubblicato, “The Favorite Daughter: One Woman's Fight to Lead Afghanistan into the Future” (“La figlia prediletta: la battaglia di una donna per guidare l'Afghanistan nel futuro”). |
13 | সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরো আছেন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের বড় ভাই কাইয়ূম কারজাই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং চক্ষু বিশেষজ্ঞ আবদুল্লাহ আবদুল্লাহ। | Ospite di Jon Stewart al Daily Show nel febbraio del 2013, Fawzia Koofi ha parlato delle sfide sostenute nell'arco della sua vita e della candidatura alle elezioni, dicendo di voler rappresentare una speranza per gli afghani, chiamati ad affrontare un futuro ancora incerto: |
14 | উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ হামিদ কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। | |
15 | নির্বাচন ঘনিয়ে এনে প্রার্থীর সংখ্যা আরো বাড়বে। ফাউজিয়া কোফি ইতোমধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। | Si tratta di una scelta: potevo trasferirmi in Europa o negli Stati Uniti e dedicarmi a una vita di agi e lussi, come fanno molte altre persone di questo mondo, oppure potevo rimanere nel mio paese e cercare di contribuire, per quanto possibile, a un piccolo cambiamento. |
16 | পশ্চিমা মিডিয়া তার নির্বাচনী প্রচারণার ফলাও করে প্রচার করছে এবং তার সাম্প্রতিক প্রকাশিত বই ‘দ্য ফেভারিট ডটাস: ওয়ান উইমেনস ফাইট টু লিড আফগানিস্তান ইনটু দ্য ফিউচার' এর প্রশংসা করেছে। | Non è stato semplice, ma ho scelto la seconda possibilità. L'apparizione di Koofi al Daily Show ha attirato un gran numero di telespettatori americani, e una di loro, tramite Twitter, ha sottolineato di non aver mai visto Jon Stewart, l'opinionista ospite dello show, così tranquillo e pacato. |
17 | ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জন স্টুয়ার্টের ডেইলি শো-এ উপস্থিত হয়ে তার জীবনের সংগ্রাম, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা, আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে কথা বলেন: এটা আমার পছন্দ। | I sostenitori di Koofi temono però che l'Afghanistan non sia ancora pronto ad eleggere un presidente donna: Koofi è già scampata a numerosi attentati da parte dei Talebani, e anche se ci sono già state candidate donna alla corsa per la presidenza, nessuna aveva mai raggiunto la top five. |
18 | আমার সামনে অনেক সুযোগ ছিল। | La corruzione elettorale merita un'altra considerazione. |
19 | যেমন, আমি অন্যদের মতো ইউরোপে যেতে পারতাম কিংবা আমেরিকায় এসে বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম। | Durante le votazioni del 2009, Abdullah Abdullah si tirò fuori dal ballottaggio contro Karzai, accusandolo di aver manipolato i voti. |
20 | অথবা আমি দেশে ফিরে গিয়ে সামান্য পরিবর্তনে অংশগ্রহণ করতে পারতাম। | Molti afghani ritengono che la prevista partecipazione di un membro della famiglia Karzai alle elezioni non lasci presagire niente di buono. |
21 | আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছি। যদিও এটা মোটেও সহজ ছিল না। | Foto di Fawzia Koofi tratta da DangerDan22.wordpress.com, con permesso di riproduzione. |
22 | ডেইলি শো-এ ফাউজিয়া কোফি'র উপস্থিতি বিপুল সংখ্যক আমেরিকান দেখেছেন। | Ma gli eccezionali trascorsi, insieme all'esperienza e all'impegno in politica, rendono Fawzia Koofi diversa dalle altre candidate. |
23 | তাদের একজন স্মরণীয় একটি টুইট পোস্ট করেছেন, সে জন স্টুয়ার্ট কখনোই দেখেনি, সে শো-এর বকরবকর করা উপস্থাপক। কিন্তু সে ছিল চুপ। | L'attenzione per i diritti delle donne e la lotta alla corruzione, argomenti cruciali per gli afghani, potrebbero aiutarla a guadagnarsi i voti delle donne e della classe più povera. |
24 | যদিও ফাউজিয়া কোফিকে নিয়ে তার সমর্থকদের ভয় রয়েছে- আফগানিস্তান এখন পর্যন্ত মহিলার রাষ্ট্রপতির জন্য প্রস্তুত নয়। | |
25 | ফাউজিয়া কোফি ইতোমধ্যে কয়েকবার আলিবান আক্রমণ থেকে বেঁচে গেছেন। | |
26 | তাছাড়া এর আগে যত মহিলা রাষ্ট্রপতি পদে লড়েছেন, তারা কেউ-ই প্রথম পাঁচজনের মধ্যে আসতে পারেন নি। | |
27 | নির্বাচনে দুর্নীতি আর একটি বড়ো বিষয়। | Il 5 giugno, Khorasan (@KhorasanCharity) ha commentato su Twitter: |
28 | ২০০৯ এর নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ কারজাইয়ের বিরুদ্ধে ভোট-কারচুপির অভিযোগ এনেছিলেন। | Se riesce a rimanere in vita fino al 14 aprile, potrebbe anche diventare il primo presidente donna dell'Afghanistan. |
29 | আফগানিস্তানের অনেকেই মনে করেন, ভোট-যুদ্ধে কারজাই পরিবারের উপস্থিতি অশুভ সংকেতের ইঙ্গিত বহন করে। | |
30 | ফাউজিয়া কোফি। | Lei è Fawzia Koofi. |
31 | ছবি নেয়া হয়েছে DangerDan22.wordpress.com থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Greg Mortenson (@gregmortenson), autore del libro-scandalo [it] “Tre Tazze di Tè”, commenta su Twitter: |
32 | তবে কোফি'র চমত্কার ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আগের নারী প্রার্থীদের চেয়ে তাকে আলাদা করে দিয়েছে। | |
33 | তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দিয়েছে। এ দুটোই আফগানদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। | La parlamentare afghana Fawzia Koofi mira alla presidenza con le elezioni del 2014: riuscirà l'Afghanistan a battere gli USA, eleggendo la prima leader donna della storia? |
34 | কম আয়ের আফগান জনগণ এবং নারীদের ভোটে তিনি নির্বাচনে জিতে যেতে পারেন। গত ৫ জুন খোরাসান (@KhorasanCharity) টুইট করেছেন: | Shuja Rabbani (@ShujaRabbani) fa notare che Koofi dovrà occuparsi di altri aspetti d'interesse sociale se vuole fare in modo che la sua campagna presidenziale venga presa sul serio: |
35 | তিনি যদি ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি আফগানিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে পারেন। আর তিনি হলেন ফাউজিয়া কোফি। | Le donne Afghane ( #Afghan) in politica dovranno trovare altri modi per guadagnarsi il sostegno degli elettori: http://www.guardian.co.uk/world/2012/feb/17/fawzia-koofi-targets-afghan-presidency … - I diritti delle donne ( #WomenRights) non venderanno per sempre. |
36 | “থ্রি কাপস অব টি” বইয়ের লেখক গ্রেগ মরটেনশনও (@gregmortenson) টুইট করেছেন। সেখানে তার জিজ্ঞাসা ছিল: | Foto di Fawzia Koofi, che recita, “Se state con me, costruiremo insieme il futuro di questa nazione.” |
37 | ফাউজিয়া কোফি, আফগান মহিলা এমপি। | Tratta dalla sua pagina Facebook. |
38 | তিনি ২০১৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে চাইছেন: আফগানিস্তান কি আমেরিকাকে পরাজিত করতে পারবে- প্রথম নারী নেতৃত্বে? | |
39 | তবে শুজা রাব্বানি (@ShujaRabbani) উল্লেখ করেছেন, কোফি নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন। | |
40 | এজন্য তিনি কঠোর পরিশ্রমের সাথে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন: | |
41 | নির্বাচনে জিততে হলে #আফগান নারী রাজনীতিবিদদের নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। http://www.guardian.co.uk/world/2012/feb/17/fawzia-koofi-targets-afghan-presidency … #নারীঅধিকার দীর্ঘ সময়ের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। | |
42 | ফাউজিয়া কোফির নির্বাচনী প্রচারণার ছবি। এখানে লেখা আছে- “আপনারা আমার পাশে থাকলে সবাই মিলেমিশে এই দেশ গড়বো”। | L'immagine, che fa parte della campagna portata avanti da Koofi su Facebook, ha ricevuto numerosi commenti da parte degli elettori, desiderosi di manifestare in questo modo il loro supporto alla candidata. |
43 | ছবি নেয়া হয়েছে ফেসবুক পেজ থেকে। | Abdul Haq AD commenta [fa]: |
44 | উপরের ছবিটি কোফি'র ফেসবুকে অনলাইন প্রচারণা একটি অংশ। | |
45 | অনেক মানুষই ছবিতে মন্তব্য করে তার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হোয়াকে সমর্থন দিচ্ছেন। | |
46 | আবদুল হক এডি মন্তব্য করেছেন: | Buona fortuna. |
47 | ভাগ্য আপনার সহায় হোক। ভালো হয়, দেশ পুনর্গঠনে এবং বর্তমান সমস্যা মোকাবলোয় আপনার কৌশল কি হবে তা যদি সবার সাথে শেয়ার করেন। | Sarebbe fantastico se potessi condividere con noi le strategie che hai intenzione di adottare per la ricostruzione del paese e per risolvere i maggiori problemi dell'Afghanistan. |
48 | তবে সব মন্তব্যই উত্সাহব্যঞ্জক নয়। | Ma non tutti i commenti sono altrettanto incoraggianti. |
49 | আবদুলরহিম মুখলিস লিখেছেন: | Abdulrahim Mukhlis scrive [fa]: |
50 | দেশের পুনর্গঠনের দায়িত্বে যদি নারীরা থাকে, তাহলে পুরুষরা দেশ ছেড়ে চলে যাবে। | Se le donne avranno il compito di ricostruire questa nazione, allora gli uomini farebbero meglio a lasciare il paese. |
51 | তিনি তার আগের মন্তব্যে আরো যোগ করেন: | In aggiunta al commento precedente, puntualizza [fa]: |
52 | আমার ধারণা, একটি সমাজে পুরুষরা যদি অগ্রসর না হয়, তবে নারীরা কোনো কিছুই করতে পারে না। | Penso che, fin quando gli uomini di una società non si saranno evoluti e migliorati, le donne non potranno far niente. |
53 | শেষে, একটি উদ্বৃতির উল্লেখ করে তিনি তার মন্তব্যে আইনি বিধানের কথা বলেছেন: | Infine, per legittimare i propri commenti, include anche una citazione, che recita [fa]: |
54 | নবী বলেছেন: একটি দেশের ভাগ্য যদি নারীর হাতে থাকে, সে দেশটির জন্য অপেক্ষা করছে ধ্বংস এবং দুর্দশা। | Il Profeta disse: se il destino di una nazione finisce nelle mani delle donne, ci si aspettino pure distruzione e disastri. |
55 | ২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হামিদ কারজাইয়ের বিরুদ্ধে লড়া আবদুল্লাহ আবদুল্লাহ এখন পর্যন্ত প্রার্থীতার কথা ঘোষণা করেননি। | |
56 | তবে কিছু সংবাদসংস্থার সূত্র মতে, এখনো নিশ্চিত না তিনি নির্বাচনে লড়বেন কি না! | Abdullah Abdullah, dopo aver perso la corsa alla presidenza contro Hamid Karzai nel 2009, non si è ancora candidato ufficialmente. |
57 | গত এপ্রিলে আবদুল্লাহ আবদুল্লাহ উল্লেখ করেছেন, হামিদ কারজাইয়ের ক্ষমতা আকড়ে ধরে থাকাটা প্রতিরোধ করতে হবে। | |
58 | কারজাই পরিবার প্রতিরোধ ছাড়া ক্ষমতা ছাড়বে না। বর্তমান পরিস্থিতিতে ড. | Secondo alcune agenzie di stampa, infatti, non è sicuro di voler tentare una seconda volta. |
59 | আবদুল্লাহ পর্যবেক্ষণ কম বা বেশি সঠিক মনে হয়। যদিও কারজাই এবারের নির্বাচনে দাঁড়াবেন না। | Nonostante i provvedimenti costituzionali presi nel tentativo di escludere Hamid Karzai dalla corsa alla presidenza, Abdullah Abdullah ha affermato che la famiglia Karzai non rinuncerà al potere senza combattere. |
60 | তবে কারজাইয়ের ছোট ভাই সাহসুদ কারজাই গত বছর পাজাওয়াক আফগান নিউজ এজেন্সির সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বড়ো ভাই কাইয়ূম কারজাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন: | Sembra che il quadro della situazione, fornito in aprile dal dottor Abdullah, sia abbastanza accurato: l'anno scorso, rilasciando un'intervista esclusiva al Pajhwak Afghan News, Mahmoud Karzai, il minore dei fratelli Karzai, aveva anticipato che sarebbe stato Qayyum Karzai, il fratello maggiore, a presentarsi come candidato al posto del presidente uscente: |
61 | জনগণ সেইসব পরিবার এবং ব্যক্তিদের ভোট দিবে যারা ক্লিন ইমেজের অধিকারী। | La gente vota per le famiglie e gli individui che hanno le mani pulite e non hanno ricoperto alcun ruolo nei crimini di guerra. |
62 | এবং যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নেই। | La gente ha fiducia in Qayyum Jan e io ho stretto buoni rapporti con la gente. |
63 | জনগণ কাইয়ুম জানকে বিশ্বাস করে। | Cercano e vogliono uno di noi per le prossime elezioni. |
64 | এবং আমার সাথে জনগণের সুসম্পর্ক আছে। তারা চাইছে আমাদের কেউ একজন নির্বাচনে দাঁড়াক। | Gli afghani hanno però reagito negativamente alla candidatura di Qayum Karzai e hanno parlato di regime familiare. |
65 | আগান জনগণ কাইয়ুম কারজাইয়ের মনোনয়নে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। | Il 13 maggio, Mohammad Jawad (@MohammadJawad4) ha fatto del sarcasmo tramite Twitter: |
66 | একে স্বজনপ্রীতির রাজনীতি বলে অভিহিত করেছে। | Abbiamo goduto dell'ottimo governo di suo fratello, quindi adesso voteremo per lui. |
67 | ১৩ মে মোহাম্মদ জাওয়াদ (@MohammadJawad4) ব্যঙ্গ করে টুইট করেন: | Vogliamo il fratello di Karzai come candidato alla presidenza. |
68 | আমরা তার ভাইয়ের সাথে সুন্দরভাবে থাকতে পারবো। | Commento al quale Sajid Arghandaiwal (@SajidArghandaiw) replica: |
69 | তাই আমরা তাকে ভোট দিবো। | Se diventa presidente, distruggerà il paese! |
70 | কারজাইয়ের ভাই রাষ্ট্রপতি পদের জন্য লড়ছেন। | Ma Mohammad Jawad è certo che: |
71 | মোহাম্মদ জাওয়াদের টুইটের প্রতিউত্তরে সাজিদ আগন্দিওয়াল (@SajidArghandaiw) লিখেন: | Sfortunatamente, il grande pubblico sta ancora dalla parte delle tribù, non del talento. |
72 | তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে পুরো দেশটাই রসাতলে যাবে! তবে মোহাম্মদ জাওয়াদ নিশ্চিত করেন: | Questo post fa parte del Progetto Interno GV Central Asia dell'American University dell'Asia centrale, con sede a Bishkek, Kyrgyzstan. |
73 | দু:খজনকভাবে সাধারণ জনতা মেধাবীর কাছে যাওয়ার চেয়ে উপজাতীয় গোত্রের কাছে যাবে। | |
74 | এই পোস্টটি কিরগিজস্তানের বিশকেক-এর দি আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়ার জিবি সেন্ট্রাল এশিয়ার ইন্টার্ন প্রজেক্টের অংশবিশেষ। | |