Sentence alignment for gv-ben-20110121-14950.xml (html) - gv-ita-20110121-30230.xml (html)

#benita
1মেক্সিকো: “ক্রিস্টালের সিসটিন চ্যাপেল”Messico: la “Cappella Sistina dei Cristalli”
2মেক্সিকোর উত্তরের প্রদেশ চিহুয়াহা প্রদেশের এই শহরটি নাইকা নামে পরিচিত। ১৭৯৪ সাল থেকে এটি খনির শহর নামে পরিচিত।Nella città di Naica [en], nel nord dello Stato di Chihuaha (Messico) l'estrazione mineraria riveste un ruolo importante dal 1794.
3কিন্তু এখানকার থনি মাত্র কয়েক বছর আগে তার আন্তর্জাতিক সুনাম অর্জন করে যখন এখানে তথাকথিত ক্রিস্টালের গুহা আবিস্কার হয়।
4এই গুহার ভেতর এক অতিকায় ক্রিস্টাল আবিস্কার হয়, যার মুন স্টোন নামে পরিচিত।Tuttavia è solo da un paio di anni che la miniera [it] ha avuto visibilità mondiale con la scoperta della “Grotta dei cristalli” [it].
5এটি যেন এই পৃথিবীর বাইরের এক জগতের অনুভূতি প্রদান করে। জিপসাম ভি.Al suo interno sono stati scoperti giganteschi cristalli, le “Pietre lunari”, che rendono la grotta una vera e propria meraviglia “extraterrestre”.
6সেলেনাইট। ছবি ফ্লিকার ব্যবহারকারী বি,টিএসই-এর।Come spiega il blogger Carlos Roque Sánchez su Blog de Superheroes [es]:
7সিসি বাই -এনসি-এনডি ২.
8০ লাইসেন্স।
9আরো অনেক খনিজ উপাদানের জন্য যখন নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে। ঘটনা ক্রমে মাটির প্রায় ৪০০ মিটার নীচে হঠাৎ করেই তারা ঘটনাক্রমে আবিষ্কার করে এক বিশাল গুহা।Si stava costruendo un tunnel per l'estrazione di minerali e ad una profondità di 400m, per caso, è stata scoperta una gigantesca grotta piena di cristalli di selenite (gesso), lunga circa 10 metri e larga 1 metro.
10এই গুহার পুরোটাই সেলেনাইট (জিপসাম)-এর ক্রিস্টালে পরিপূর্ণ, যা দৈর্ঘ্যে ১০ মিটার এবং প্রস্থে ১ মিটার।
11এমন এক দৃশ্য যা কল্পনা করা কঠিন।Uno spettacolo difficile da immaginare.
12কোন মানুষ এর আগে এমন দৃশ্য দেখেনি।Nessuno aveva mai visto una cosa simile prima d'ora.
13প্রকৃতির এক চমৎকার, যা খনি শ্রমিকদের চোখে বিস্ময়ের সৃষ্টি করে।Una vera meraviglia della natura, comparsa casualmente agli occhi dei minatori increduli.
14যা ছিল এক সৌভাগ্যপূর্ণ দুর্ঘটনা।
15কার্লোস তার পোস্টে আরো জানান, এই গুহায় মানুষের প্রবেশ করা কঠিন।
16তিনি এর কারণ ব্যাখ্যা করেন [স্প্যানিশ ভাষায়]: এটা জনতার জন্য উন্মুক্ত নয়।Il blogger continua spiegando le difficoltà che si sono dovute affrontare [es] per entrare nella grotta:
17এটি মাটির প্রায় ৩৯০ মিটার নীচে অবস্থিত।Ovviamente non è aperta al pubblico.
18সেখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সেখানকার বাতাসে আর্দ্রতার অনুপস্থিতি ১০০ ভাগ।E' impossibile restare a lungo ad una profondità di 390m, ad una temperatura di oltre 50°C e con un'umidità del 100%.
19যার ফল এই জায়গায় মানুষ্য প্রবেশের একেবারে অনুপযুক্ত।In queste condizioni si può resistere per appena 8 minuti prima della disidratazione ed “evaporazione”!
20এই রকম পরিস্থিতিতে সেখানে কোন মানুষ ৮ মিনিটের বেশি টিকে থাকতে পারবে না।
21এরই মধ্যে তার শরীরে পানিশূন্যতা দেখা দেবে, যদি না তার আগেই সে “সিদ্ধ” হয়ে যায়।
22সেখানকার পরিবেশ এত বাজে যে এই জায়গাটিকে “নরকের আস্তানা” বলে অভিহিত করা হয়।Un luogo ostile situato in quelle che vengono definite le “viscere dell'inferno”.
23ব্লগ দি ফ্লাইশ্চ ডিপোজিট এর সাথে যোগ করেছে:Sul blog The Flysch Deposit [en] si legge:
24ভারী এক স্টিলের দরজা এবং মেক্সিকোর আইন খনি সম্পদ আরোহণকারী এবং অন্য সব লোভী মানুষদের এই জায়গায় প্রবেশ বন্ধ করে রেখেছে।
25ক্রিস্টাল নিয়ে যারা গবেষণা করা তরা এই সব উপাদান নিয়ে চিন্তিত। কারণ পানি ছাড়া এগুলো টিকে থাকতে পারবে না।Minatori e scavatrici sono stati tenuti fuori dalla grotta, chiusa da una pesante porta d'acciaio, e la legge messicana ha permesso l'ingresso dei cristallografi.
26আবার নিজের ওজনের ভারে এগুলো বেঁকে যেতে পারে, কিংবা এগুলোতে ফাটল ধরতে পারে।
27এখন যেহেতু খনন করার ফলে এই এলাকায় বাতাস প্রবেশ করছে, তার ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্য গ্যাস এগুলোর চেহারাকে মলিন করে ফেলতে পারে।
28যার ফলে তারা তাদের গৌরব হারিয়ে ফেলবে।Senz'acqua, i cristalli potrebbero creparsi e rompersi sotto i loro piedi.
29ব্লগ ডে সুপারহিরোস-এ কার্লসো তার পোস্টের সমাপ্তি টেনেছেন সুপারম্যান এবং ক্রিপ্টোনাইটের কথা উল্লেখ করে [স্প্যানিশ ভাষায়] এবং তিনি এই গুহার যে বিশেষ জনপ্রিয় নাম তা প্রকাশ করে দিয়েছেন:
30এই ক্রিস্টাল থেকে যে প্রচণ্ড আলো বিচ্ছুরণ হয় তা গুহাটিকে আলোকিত করে রাখে।
31এমন এক এলাকা, যা দেখে মনে হয় এটি অন্য কোন পৃথিবীর দৃশ্য।A contatto con l'aria aperta, l'anidride carbonica e altri gas ne rovinerebbero la bellezza.
32এই এলাকাটি দেখে আমার মনে হয়েছে, সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান শক্তির উৎস এখানে।Carlos nel Blog de Superheroes termina il post facendo riferimento a Superman e alla criptonite [es], spiega l'associazione con la grotta:
33এর যে বিশেষ নামকরণ করা হয়েছে, তাতে এর আলাদা সৌন্দর্যের প্রকাশ ঘটে।I cristalli sembrano grandi raggi di luce che riempiono la grotta…un'immagine che pare venire da un altro pianeta.
34এই এলাকাকে ‘সিসটিন চ্যাপেল অফ ক্রিস্টালগ্রাফি' বা ক্রিস্টালের সিসটিন চ্যাপেল নামে ডাকা হয়।
35(সিসটিন চ্যাপেল হচ্ছে রোমের ভ্যাটিকানে অবস্থিত পোপের প্রাসাদ, যেখানে বিখ্যাত কিছু শিল্পীদের নামকরা কিছু তৈলচিত্র আঁকা রয়েছে)
36মেক্সিকোর নাইকা এলাকার সেলেনাইট জিপসাম ক্রিস্টাল।Ecco il legame con la criptonite di Superman.
37লস এঞ্জেলস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত।Proprio per la sua rara bellezza gli è stato dato un soprannome: la Cappella Sistina della geologia.
38ছবি ফ্লিকার ব্যবহারকারী লেভরক ওরফে জুলিয়ান ফঙ্গ-এর।Cristallo di selenite di Naica, Messico, nel Museo di Scienze Naturali di Los Angeles.
39সিসি বাই-এসএ ২. ০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।Foto di Julian Fong, ripresa da Flickr con licenza Creative Commons BY-SA 2.0.
40প্রকৃতির বিস্ময় এবং নাইকার এই এলাকা সম্বন্ধে আরো জানতে চাইলে নাইকা প্রকল্পের নিজস্ব সাইট এবং ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্যালারিতে প্রবেশ করুন এবং এ এলাকার উপর তোলা ভিডিও দেখুন।Per vedere altre immagini di questa meraviglia della natura e per saperne di più su Naica, c'è il sito ufficiale del Progetto Naica [en], la raccolta fotografica [en] e il video realizzati dal National Geographic .