Sentence alignment for gv-ben-20131204-40113.xml (html) - gv-ita-20131125-88144.xml (html)

#benita
1অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কার বিরুদ্ধে আনীত নির্যাতনের অভিযোগ উপেক্ষাAustralia: il primo ministro minimizza sulle accuse di tortura in Sri Lanka
2কলোম্বো, শ্রীলঙ্কায় দেশটির নৌবাহিনীর জাহাজ সায়ুরা পরিদর্শনে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি এ্যাবোট।Il Primo Ministro australiano Tony Abbott in visita a bordo della nave “Sayura” della Marina dello Sri Lanka Navy, ormeggiata a Colombo, Sri Lanka.
3ছবি চামিলা করুণারত্নের, কপিরাইট@ ডেমোটিক্স-এর (১১/১৭/২০১৩)Foto di Chamila Karunarathne, Copyright @Demotix (17/11/2013)
4Gli australiani sono rimasti sbalorditi dalle posizioni contrastanti dei due Primi Ministri conservatori, cioè il loro Tony Abbott e quello inglese David Cameron, sul tema dei diritti umani nello Sri Lanka.
5ক্যামেরোন যুদ্ধপরাধের বিষয়ে শ্রীলঙ্কার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আর এই বিষয়ে প্রধানমন্ত্রী এ্যাবোট ছিল আরো অনেক বেশী শান্ত :Cameron ha messo in evidenza [en, come i link successivi salvo diversa indicazione] le accuse di crimini di guerra dello Sri Lanka, mentre Abbot è rimasto su posizioni più concilianti:
6অস্ট্রেলীয় সরকার যে কোন ধরনের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার।Il governo australiano deplora ogni atto di tortura.
7কখনো কখনো, কোন এক কঠিন পরিস্থিতিতে, জটিল কোন ঘটনা ঘটে।A volte però, in circostanze avverse, possono accadere fatti deplorevoli.
8গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জাতির ঘা শুকানোর জন্য দ্রুত প্রতিক্রিয়া প্রদর্শন করা দরকার।La cosa importante è agire il più velocemente possibile per guarire le ferite del paese.
9অনেক অনলাইন ব্যবহারকারী এই সমস্ত মন্তব্য কলোম্বোয় অনুষ্ঠিত কমনওয়েলথের রাষ্ট্রসমূহের এই সম্মেলন [চোজেম] অত্যাচারসহ মানবাধিকার লঙ্ঘনের এক কৌশলগত অনুমোদন হিসেবে দেখছে:Questi commenti, espressi durante la riunione di Colombo dei Capi di Governo dei paesi aderenti al Commonwealth [CHOGM], sono stati interpretati da molti utenti web come una tacita approvazione della violazione dei diritti umani, inclusa la tortura.
10“সমালোচনাযোগ্য” এবং “কঠিন পরিস্থিতি” সমর্থক নয়, প্রধানমন্ত্রী এ্যাবোট।Queste sono le prime risposte arrivate in tweet: “Deplorevole” e “difficile”, non sono sinonimi, Primo Ministro Abbott.
11নির্যাতনের ঘটনাকে গুরুত্বহীন করে ফেলা লজ্জাজনক।Minimizzare gli atti di tortura è vergognoso.
12আন্তর্জাতিক পর্যায়ে টনি এ্যাবোট শ্রীলঙ্কায় নির্যাতনের শিকার ব্যক্তিদের বলছে; ফালতু ঘটনা ঘটেছে।Tony Abbott di fronte ad un pubblico internazionale, parlando delle vittime di tortura nello Sri Lanka dice: sono cose che capitano.
13নাৎসি [ গডউইন আইন]-এর অপরিহার্য সমান্তরাল ছিল এই বিষয়টি এবং এই নিয়ে করা হয়েছে বিভ্রান্তির উক্তি:Inevitabile il parallelo con i nazisti [Legge di Godwin] e la citazione errata:
14@চোজেমে-এর প্রদর্শনীতে হিটলারের প্রতি অস্ট্রেলিয়ার উত্তর।La risposta australiana ad Hitler in mostra al @chogm2013.
15টনি এ্যাবোট নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করলAbbott favorevole alla tortura e agli abusi sui diritti umani
16অস্ট্রেলীয় সরকারের আয়োজক দেশকে দুটি টহলযান উপহার দেওয়ার মাধ্যমে টনি এ্যাবোটের বিতর্কিত উক্তিকে আরো জোরালো করে, যে টহলযান প্রদানের উদ্দেশ্য অন্য দেশে আশ্রয় খোঁজার জন্য দেশ থেকে পালিয়ে যাবার মত ঘটনাকে থামানো।Il tono controverso delle parole di Abbott si è rafforzato quando il governo australiano ha donato allo Sri Lanka due motovedette al fine di frenare l'afflusso dei rifugiati.
17নির্যাতন এবং ধর্ষণের নিন্দা জানানোর বদলে, শরণার্থী হিসেবে পলায়নের কারণে এ্যাবোট নিপীড়নকারী সরকারকে সামরিক যান উপহার প্রদান করল।Invece di condannare la tortura e gli stupri, la causa dei rifugiati in fuga, Abbott dona materiali al governo oppressore
18এই বিষয়ে ব্লগাররা খুব ধীরে সাড়া প্রদান করেছে কিন্তু টার্নলেফট২০১৩ খুব দ্রুত সাড়া প্রদান করেছে।I bloggers sono stati lenti nel prendere parte all'argomento, diversamente da TURNLEFT2013.
19টনি এ্যাবোট নির্যাতনকে তেমন একটা গুরুত্ব প্রদান করেনি: মিউজিক এন্ড পলিটিক্স , ওয়ালেশ ব্যান্ড ম্যানিক স্ট্রিট প্রিচারের গাওয়া গান “ইফ ইউ টলারেট দিস ইয়োর সন উইল বি নেক্সট” (যদি আপনি এখন তা সহ্য করেন, তাহলে আপনার পরবর্তী শিকার হবে আপনার সন্তান) তুলে ধরেছে।L'articolo “Tony Abbott accetta la tortura: Musica e Politici” riporta una canzone del gruppo gallese Manic Street Preachers “ Se tolleri questo, tuo figlio sarà il prossimo”:
20যদি আমরা অন্যের নির্যাতন সহ্য করি, তাহলে আমাদের সন্তানেরা হবে তাদের পরবর্তী লক্ষ্য।Se tolleriamo la tortura degli altri, un giorno i nostri ragazzi potranno essere i prossimi.
21এর নমুনা লিরিকস…Testo campione:
22ভবিষ্যৎ আমাদের একাকী হতে শেখায় বর্তমান ভীত এবং কিছু না করতে আর যদি আমরা খরগোশকে গুলি করতে পারি তাহলে আমরা ফ্যাসিস্টদেরও আঘাত করতে পারি…।Il futuro ti insegna la solitudine Il presente ad aver paura e ad esser freddo Così, se posso uccidere un coniglio Allora posso uccidere i fascisti…
23আর যদি আপনি বিষয়টা সহ্য করেন তাহলে পরবর্তী লক্ষ্য হবে আপনার সন্তানেরা আর যদি আপনি তা সহ্য করেন তাহলে পরবর্তী লক্ষ্য হবে আপনার সন্তানেরাE se tolleri questo Allora i tuoi ragazzi saranno i prossimi E se tolleri questo Allora i tuoi ragazzi saranno i prossimi
24উদারনৈতিক পত্রিকা ওভারল্যান্ডের -এর সম্পাদক জেফ স্প্যারো, অস্ট্রেলিয়ার গার্ডিয়ান পত্রিকায় মন্তব্যের জন্য উন্মুক্ত বিভাগে উদ্বাস্ত এবং মানবাধিকার লঙ্ঘন: আমরা এমন ভাব করতে পারি না যে বিষয়টি সম্বন্ধে আমরা জানি না , শিরোনামে মন্তব্য আকারে একটি প্রবন্ধ লিখেছেন:Jeff Sparrow, redattore della moderna rivista Overland, ha scritto un editoriale, “I rifugiati e gli abusi sui diritti umani: non possiamo dire di non sapere”, nella sezione gratuita dei commenti sul Guardian australiano:
25…অস্ট্রেলিয়ার লজ্জাজনক শরণার্থী নীতির বিরোধিতা করার আমাদের এক দায়িত্ব, এটা কেবল আশ্রয়প্রার্থীদের মঙ্গলের জন্য নয়, যারা আমাদের আইনের হাতে ধরা পড়ে, কিন্তু অন্য কোথায় নির্যাতিত নাগরিকদের ঘটনা প্রভাবের কারণেও এর বিরোধিতা করা উচিত।.. abbiamo la responsabilità di opporci alla vergognosa politica australiana sui rifugiati, questo non semplicemente per il bene dei rifugiati catturati nel nostro paese, ma anche per le conseguenze che potrebbero scaturire su tutti gli oppressi altrove.
26এশিয়ার মানবাধিকারে “প্রকৃত রাজনীতি”-এর মনোভাবের ক্ষেত্রে যুক্তি প্রদানের জন্য এই বিষয়ে কয়েকটি মন্তব্য করা হয়েছে।Il testo ha generato alcuni commenti sui diritti umani in Asia a favore di un approccio ‘realpolitik'.
27দিগ্রেটকিউকাম্বার যুক্তি প্রদান করেছে:TheGreatCucumber ha sostenuto :
28আমি এই বিষয়ে শঙ্কিত যে বৈশ্বিক মানবাধিকার নিয়ে উদ্বেগ এখন একটা বিলাসিতায় পরিণত হয়েছে যা উন্নত বিশ্ব ক্রমশ গ্রহণ করতে অক্ষম।Dispiace sapere che preoccuparsi per i diritti umani universali sia diventato un lusso che il mondo sviluppato sembra sempre più incapace di sostenere.
29বিশ্বের গৃহহীন মানুষদের রক্ষা করার মত উদ্বেগ ব্যতীত, যুক্তরাজ্য আমাদের নাগরিকদের জন্য বর্তমান পর্যায়ের উন্নয়ন বাজায় রাখার জন্য যথেষ্ট সমস্যার মাঝে রয়েছে।La Gran Bretagna è già in difficoltà nel mantenere il livello di sviluppo attuale per i nostri cittadini senza doversi preoccupare di salvare gli orfani e i derelitti nel resto del mondo.
30ট্রেভেঅফবিলিসিভিলি নামের আরেকজন টুইটারে প্রথমে প্রদান করা জবাবের সাথে একমত হয়ে সেই একই পোস্টে মন্তব্য করেছে :Un altro commento di trevofbillysville sullo stesso post richiamava le precedenti risposte su twitter:
31এ্যাবোট, যথারীতি যার আগের মত মুখ সচল, মস্তিষ্ক নয়।Abbott, apre bocca e come sempre non usa il cervello.
32স্লোগান, যা সে জানে।Gli slogan sono tutto quello che conosce.
33কি এক বিদঘুটে ব্যাপার!Che cosa tremenda.