Sentence alignment for gv-ben-20110608-17905.xml (html) - gv-ita-20110607-40854.xml (html)

#benita
1সিরিয়াঃ “গে গার্ল ইন দামেস্ক”-কে আটক করা হয়েছেSiria: sequestrata la blogger ‘Gay Girl in Damascus’
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3আমিনা আরাফ দ্রুত খ্যাতি অর্জন করে ফেলেছে।La fama di Amina Arraf è cresciuta rapidamente.
4সে আমিনা আবদুল্লাহ এই ছদ্মনামে ব্লগিং করে থাকে। সে রাজনীতি, সাম্প্রতিক গণজাগরণ, নএবং এক নারী সমকামী হিসেবে সিরিয়ায় তার জীবন নিয়ে লেখে থাকে।Nel suo blog [en, come tutti i link del post], in cui scrive con lo pseudonimo di Amina Abdullah, si occupa di politica, della recente sollevazione e dell'essere lesbica in Siria.
5সে একই সাথে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার দ্বৈত নাগরিক। গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার মাটিতে কি ঘটছে, সেগুলো সে তার শক্তিশালী ভাষায় তুলে ধরছে।In queste ultime settimane le parole della giovane, che possiede la doppia cittadinanza siriana e americana, hanno mostrato con efficacia la realtà del Paese.
6আজ আমিনার নিজস্ব ব্লগে, সংবাদ প্রদান করা হয় যে কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে গেছে।Ieri, sul suo blog è comparso un post che avvertiva del suo rapimento da parte delle autorità siriane.
7তার চাচাতো বোন রানিয়া ও ইসমাইলসংবাদ প্রদান করছে:La cugina Rania O. Ismail scrive:
8আজ কিছুক্ষণ আগে, দামেস্কের স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬. ০০ টার দিকে, আমিনা আব্বাসাইড বাস স্টেশনের কাছে হাঁটছিল, এলাকাটি ফারেশ আল খৌরি নামক রাস্তার কাছে।Intorno alle 6 di questa mattina, a Damasco, Amina si trovava nei pressi della stazione degli autobus di Abbasiyyin, vicino a via Fares al Khouri.
9সেখানে সে একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়, যে তার স্থানীয় কমিটির সম্বনয়কারী এবং সে সময় তার এক বান্ধবী তার সাথে ছিল।Era lì insieme a un'amica per incontrare una persona del Comitato locale di coordinamento.
10আমিনা আরাফAmina Arraf
11এরপর সেই সব ব্যক্তিদের মধ্যে একজন আমিনার মুখ চেপে ধরে এবং তারপর আমিনাকে টেনে হিঁচড়ে একটা লাল রঙের ডোসিয়া লোগান গাড়ির ভেতরে নিয়ে যায়, যার জানালার কাচে বাসেল আসাদের একটা স্টিকার লাগানো ছিল।Uno dei tre ha messo una mano sulla bocca di Amina, per poi spingerla in una Dacia Logan rossa che aveva sul finestrino un adesivo di Basel Assad [il fratello defunto del presidente Bashar, ndT].
12প্রত্যক্ষদর্শী এই গাড়ির নম্বরটি নিতে পারেনি। সে দ্রুত আমিনার পিতাকে খুঁজে বের করে।La testimone non è riuscita a prendere il numero di targa e si è immediatamente recata dal padre di Amina.
13ধারনা করা হচ্ছে এই সব ব্যক্তি বাথ পার্টির আধা সামরিক নিরাপত্তা কর্মী।Si presume che gli uomini siano membri di uno dei servizi di sicurezza delle milizie del partito Baath.
14আমিনা এখন কোথায় আছে তা আর জানা যাচ্ছে না এবং সে কি জেলে নাকি দামেস্কের কোন একটা জায়গায় বন্দী হয়ে আছে।Non sappiamo dove si trovi Amina, se in prigione o trattenuta altrove in città.
15প্রথম পোস্ট প্রকাশ হবার কয়েক ঘণ্টা পরে আমিনার চাচাতো বোনএই তাজা সংবাদ প্রকাশ করে:Poche ore dopo, la cugina di Amina ha pubblicato un aggiornamento:
16আমি টেলিফোনে তার বাবা মা উভয়ের সাথে কথা বলেছি এবং এখন আমরা যা বলতে পারি তা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।Ho parlato al telefono con entrambi i genitori, l'unica cosa di cui siamo certi è che è scomparsa.
17সে কোথায় আছে তা জানার জন্য তার পিতা এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং কাতা তাকে ধরে নিয়ে গেছে।Il padre sta disperatamente cercando di capire dove sia e chi l'abbia rapita.
18দুভার্গ্যজনক ভাবে, সিরিয়ায় অন্তত ১৮ রকমের পুলিশ রয়েছে, একই সাথে এখানে বিভিন্ন রকমের আধা সামরিক বাহিনী এবং দল রয়েছে।Purtroppo, in Siria ci sono almeno 18 corpi di polizia, insieme a diverse bande e milizie affiliate al partito.
19আমরা জানি না কারা তাকে নিয়ে গেছে, যার ফলে কাকে তাকে ফিরিয়ে দেবার কথা বলব তা বুঝতে পারছি না।Non siamo a conoscenza di chi l'abbia portata via, perciò non sappiamo a chi rivolgerci.
20এমন সম্ভবনা থাকতে পারে, তারা তাকে জোর করে বের করে দিতে পারে।Potrebbe essere stata espulsa a forza.
21সেখানে যারা বন্দী হয়ে আছে তাদের পরিবারের মত আমরা বিশ্বাস করি যে শীঘ্রই তাকে মুক্ত করে দেওয়া।Altre persone della famiglia sono state arrestate in passato, e in base alla loro esperienza riteniamo probabile che Amina verrà rilasciata relativamente presto.
22যদি তারা তাকে হত্যা করতে চায়, তাহলে তারা তা করতে পারে।Se avessero voluto ucciderla l'avrebbero già fatto.
23আমরা ঠিক এর জন্য প্রার্থনা করছি।Questo è quello per cui tutti noi stiamo pregando.
24কয়েক সপ্তাহ আগে গার্ডিয়ান পত্রিকায় তার কাহিনী ছাপা হবার সাথে সাথে আমিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। তাদের এই প্রবন্ধে আমিনাকে “এক রক্ষণশীল রাষ্ট্রে বিপ্লবের এক অন্য রকম বীর হিসেবে অভিহিত করা হয়”।Solo poche settimane fa, The Guardian aveva dedicato un articolo alla scalata al successo di Amina, che veniva definita “un'improbabile eroina della rivolta in un Paese conservatore”.
25টুইটারে আমিনার বন্ধু এবং সমর্থকরা এক ঐক্যের জন্য টুইট করছে, এর জন্য তারা #ফ্রিআমিনা হ্যাশট্যাগ এবং একটি ফেসবুকের পাতা সৃষ্টি করেছে সারা বিশ্বের নাগরিকরা কছে এই আবেদন করার জন্য, যেন তারা তাদের স্থানীয় আমেরিকান দূতাবাসে যোগাযোগ করে, একই সাথে তারা সাংবাদিক, এবং অন্য সব বিখ্যাত ব্যক্তিত্বদের এই একই আহ্বান জানাচ্ছে।Su Twitter, tramite la hashtag #FreeAmina, gli amici e i lettori della ragazza si sono mobilitati in suo favore, mentre su Facebook è stata creata la pagina Free Amina Abdalla | Syrian Blogger, in cui si esortano i sostenitori a contattare giornalisti, personaggi pubblici e l'ambasciata americana del proprio Paese per chiederne il rilascio.