# | ben | ita |
---|
1 | চীন: নতুন আবিষ্কার করা হান অক্ষরগুলো | Cina: i netizen creano tre nuovi caratteri Han, tra ironia e provocazione |
2 | সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যে তারা হান লেখনীকে ঠিক করার জন্য তাতে ৪৪ টি নতুন অক্ষর সংযোজন করেছে। | Recentemente il Ministro per l'educazione della Repubblica Popolare Cinese [cin] ha presentato una lista di 44 caratteri Han la cui grafia andrà modificata [cin]. |
3 | এই নতুন সংযোজন এতটাই অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন যে বেশীরভাগ নেটিজেন এই সমস্যা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছে। | Gli aggiustamenti sono così insignificanti e superflui che la maggior parte dei netizen ha criticato il Ministro per aver creato solo dei problemi. |
4 | এমনকি সিনহুয়া সংবাদপত্র এই ধরনের সংযোজনকে “প্লাস্টিক সার্জারি” বা “কৃত্রিম” বলে বর্ণনা করেছে। | Anche l'agenzia di stampa nazionale Xinhua news ha definito le modifiche una “chirurgia plastica”. |
5 | তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই কাজে উৎসাহিত হয়ে অনেক নেটিজেন নিজেরাই নতুন হান অক্ষর সৃষ্টি করেছেন। | |
6 | এইসব নতুন অক্ষর চীনের ইন্টারনেট সংস্কৃতি ও নেট নাগরিকদের হতাশাকে প্রতিফলিত করেছে। | L'annuncio del Ministro per l'educazione ha però inspirato molti a creare autonomamente nuovi caratteri Han. |
7 | এগাওবেইক তিনটি আলাদা সূত্র থেকে তিনটি নতুন আবিষ্কার করা হান অক্ষর সংগ্রহ করেছেন। | E tali caratteri riflettono la cultura di Internet e la frustrazione dei netizen cinesi. |
8 | প্রথমটির উচ্চারণ “নান”। 腦殘, এটি দু'টি হান অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে। | Egaobaike ha raccolto tre caratteri di nuova invenzione [cin] da diverse fonti. |
9 | যার মানে মাথা নষ্ট হয়ে যাওয়া। | Il primo si pronuncia “Nan”. |
10 | ইন্টারনেটে এটি খুব প্রচলিত পদ বা টার্ম। | È composto da due caratteri Han 腦殘 e vuol dire “danno cerebrale”. |
11 | দেশ প্রেমিক তরুণদের সমালোচনা করার জন্য এই পদটি ব্যবহার করা হয়। কারণ তারা স্বাধীন ভাবে চিন্তা করতে পারে না। | È un termine comunemente usato sul web per criticare i giovani patriottici per la loro incapacità di pensare in maniera autonoma. |
12 | দ্বিতীয়টির উচ্চারণ হচ্ছে “ওয়াও” যাকে অনেকটা 五毛 এভাবে লেখা হয়। এর মানে হল ৫০ সেন্ট বা ৫০ পয়সা। | Il secondo si pronuncia “Wao” ed è composto da 五毛, che significa 50 centesimi [in]. |
13 | প্রকৃতপক্ষে এর মানে একদল ধারাভাষ্যকার, যারা চীনের প্রধান সব ওয়েবসাইট ও ফোরামের মন্তব্যের মাধ্যমে সরকারী মতের প্রতিষ্ঠায় চেষ্টা করে, এবং এর জন্য সরকারের কাছ থেকে ৫০ সেন্ট করে সম্মানী পায়। | Si riferisce al gruppo di commentatori che sono pagati dal governo o dal Partito Comunista Cinese per manovrare il dibattito pubblico nei principali siti web e forum. |
14 | সব শেষের অক্ষরটির নাম “ডিয়াং”যাকে অনেকটা 黨中央 এভাবে লেখা হয়, তিনটি অক্ষরে। | L'ultimo si pronuncia “Diang” ed è composto da 黨中央 - tre parole che significano comitato centrale del Partito Comunista Cinese. |
15 | এর মানে হল চাইনিজ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। | Il nuovo termine fa riferimento all'assoluta correttezza politica che non può essere messa in discussione. |
16 | এই নতুন শব্দ নির্দেশ করে দেশটির একমাত্র রাজনৈতিক দলের সিদ্ধান্ত এতটাই সঠিক যে, তা নিয়ে কোন প্রশ্ন তোলা যায় না। | |
17 | এটা বলা যায় যে এ ধরনের তিক্ত রসিকতা, আসলে চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) তীব্র দমন নীতির কারনে জন্ম নিয়েছে। | È evidente come questa parodia esprima un umorismo nero nei confronti del dominio del Partito Comunista Cinese. |
18 | ঘটনা হচ্ছে কিছু টুইটার রিপোর্ট করছে যে তৃতীয় চরিত্র “ডিয়াং” যা গতকাল আবিষ্কার করা হয়েছে, তাকে ইতোমধ্যে একটি ঐক্যতানে বাঁধা হয়ে গেছে। | Alcuni utenti di Twitter hanno infatti segnalato come il terzo carattere “Diang”, sia già stato “armonizzato” (censurato) il giorno successivo alla sua diffusione. |