# | ben | ita |
---|
1 | একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষ | Yemen: antico villaggio ebraico abbandonato |
2 | ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে। | La blogger yemenita Rooj Alwazir (@Rooj129) condivide su Twitter delle straordinarie foto scattate durante una visita a un insediamento abitativo ebraico abbandonato, abbarbicato su una montagna rocciosa, a 15 minuti da Sana'a. |
3 | আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন। | Alwazir fa bella mostra di questi scatti in una presentazione. |
4 | আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম। | |
5 | আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। | Stipati in un furgoncino bianco (eravamo quattordici!), abbiamo deciso di visitare Bayt Baws, un insediamento ebraico abbandonato, abbarbicato su una montagna rocciosa, a 15 minuti da Sana'a. |
6 | তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু'টি ছবি: | Ecco due delle foto condivise: |
7 | বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান। | Bayt Baws - Abbarbicato sulle montagne. |
8 | ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির। | Foto di Rooj Alwazir |
9 | বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি। | Case cesellate sulla fiancata della montagna presso Bayt Baws. |
10 | ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির। | Foto di Rooj Alwazir |
11 | ১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়। | Alla fine degli anni '40, all'indomani della nascita dello Stato israeliano, molti ebrei yemeniti si sono trasferiti in Israele durante l'”Operazione Tappeto Volante“. |
12 | কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো। | Solo una piccola parte della comunità ebraica è rimasta nello Yemen. |
13 | কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে। | Il numero degli ebrei yemeniti è, infatti, tristemente diminuito a causa delle minacce degli islamisti radicali che li costringono a lasciare il paese. |
14 | ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে। কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ। | La comunità ebraica yemenita si è preservata (e con essa la propria cultura) soprattutto nella parte settentrionale dello Yemen godendo della diffusa fama di artigiani e argentieri di qualità. |
15 | ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে। | Questo video pubblicato da omrisharaby offre uno scorcio sulla loro vita nello Yemen. |
16 | ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত। | Le canzoni nel video sono eseguite dalla famosa cantante Ofra Haza, di origini ebreo-yemenite. |