# | ben | ita |
---|
1 | মর্যাদা, সাহস এবং ভণ্ডামিঃ পুলিশ কর্তৃক মিশরীয় এক ব্যক্তির বস্ত্রহরণ | Egitto: reazioni online sull'uomo picchiato e denudato dalla polizia |
2 | হামাদা সেইবার নামক এক ব্যক্তির একটি ভিডিও চিত্র সর্বত্র ছড়িয়ে পড়ে যা কিনা সিএনএন-এ পর্যন্ত দেখানো হয়, যেখানে দেখা যায় পুলিশ তাকে নির্মমভাবে পেটাচ্ছে এবং তার পরিধেয় পোষাক টেনে হিঁচড়ে খুলে ফেলছে। | Hamada Saber è il nome dell'uomo egiziano picchiato e denudato dalle forze dell'ordine, come testimonia un video rimbalzato ossessivamente in rete e riproposto persino dalla CNN. Il video attualmente risulta rimosso. |
3 | এই ঘটনায় সমগ্র দেশ ক্ষোভে ফেটে পড়ে এবং নাগরিকরা ঘটনাটিকে বিশ্বাসই করতে পারছিল না। | L'episodio ha sollevato un'ondata di sconcerto, incredulità e disgusto nell'intera nazione. |
4 | মজার বিষয় হচ্ছে, অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই লোকটির সাথে যা করা হল তা এবং সে বিষয়ে নাগরিকদের প্রতিক্রিয়া তার বিপরীতে মিশরীয় নারীদের যে নির্মম যৌন হয়রানি এবং ধর্ষণের শিকার হতে হয় সে বিষয়ে আলোকপাত করেছেন। | Sono stati in molti sui social network a mettere a confronto quanto accaduto a quest'uomo e la relativa reazione collettiva con le gravi molestie sessuali e gli stupri di cui sono vittime le donne egiziane. |
5 | এখানে সেই ভিডিও চিত্রটি দেখা যাবে: | Ghada Elsayeh commenta su Twitter [ar]: |
6 | গেদা একসেইহ টুইটারে লিখেছেন: @গেদাএকসেইহঃ: যাকে মারধর করা হল সেই হামাদা এবং যে সমস্ত মেয়েরা যৌন হয়রানি ও ধর্ষনের শিকার হচ্ছে, তার মধ্যে পার্থক্য আসলে বিশাল, কারণ লোকে হামাদার মত একটা কাপুরুষকে সহানুভূতি দেখাচ্ছে, যেখানে তারা এই সব সাহসী মেয়েগুলোর প্রতি ভ্রুক্ষেপও করছেনা। | @Ghadaelsayeh: La differenza tra Hamada che è stato picchiato e le ragazze aggredite e stuprate è notevole perché la gente ha simpatizzato subito con Hamada il vigliacco mentre non ha prestato alcuna attenzione al coraggio di queste ragazze! |
7 | এদের আসলে মানসিক চিকিৎসার। | Hanno decisamente bisogno di cure. |
8 | সেইবার কে অনেকে কাপুরুষ বলছে কারণ, প্রচার মাধ্যমে তার প্রাথমিক স্বীকারোক্তিতে সে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী নয় বরং প্রতিবাদকারীরা তার বস্ত্রহরণ করেছে। | Saber è stato definito da alcuni “un vigliacco” per via della sua prima dichiarazione ai media, secondo cui a strappargli i vestiti sarebbero stati i manifestanti e non le forze di sicurezza. |
9 | এই বক্তব্যের পরেই প্রতিক্রিয়া বিভক্ত হয়ে যায়। যদিও অনেকেই তাকে কাপুরুষ বলছে, তবে অনেকে মনে করেন যে তাকে হয়ত সত্য গোপন করার জন্যে চাপ দেয়া হয়েছে, যেমনটি রাশা এজব টুইটারে লিখেছে: | Quando si è diffusa questa testimonianza, le reazioni sono state diverse: alcuni l'hanno definito codardo, ma altri hanno ipotizzato che avesse subito minacce per non rivelare la verità. |
10 | @রাশাপ্রেসঃ:হামাদা সেইবারকে দোষারোপ করবেন না। | Di quest'idea è la giornalista Rasha Azb, che scrive: |
11 | হামদা, যে কিনা রাতভর প্রহসন আর ভয়ের মধ্যে কাটায়, আর ঠিক তখন আমরা নিজ নিজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই, সে লোকটিকে দোষ দেয়া উচিত নয়। | @RashaPress: Non prendetevela con Hamada Saber, non prendetevela con uno che ha passato una notte di umiliazioni e paura mentre noi dormivamo tranquilli a casa nostra. |
12 | ভুক্তভোগীকে দোষারোপ করার চেয়ে গর্হিত কাজ আর নেই… দুর্বলদের প্রতি সদয় হোউন। | La cosa peggiore che si può fare è prendersela con la vittima… abbiate pietà dei deboli! |
13 | আরেকটি মজার বৈপরীত্য হচ্ছে সেইবার (যে কিনা এক মধ্যবয়স্ক ব্যাক্তি) এবং তার মেয়ের প্রজন্মের মধ্যে। | Un altro paragone significativo è stato fatto tra la generazione di Saber (un uomo di mezza età) e quella di sua figlia. |
14 | সেইবারের মেয়ে তার পিতার প্রাথমিক বক্তব্যের বিরুদ্ধাচারণ করে এই মন্তব্যকে মিথ্যে বলে অভিহিত করে। | Quest'ultima ha criticato apertamente la prima dichiarazione del padre, definendola una menzogna bell'e buona. |
15 | দি অ্যারাবিক ব্লগ তার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে: | Parla di lei il blog di The Arabist: |
16 | এই দুঃখজনক অধ্যায়ের সবচেয়ে অদ্ভুত অংশটি হল যে, হামাদা সেইবার ও তার মেয়ে রন্দা একটি প্রথম সারির টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠানে একে অপরকে দোষারোপ করেন, যেখানে হামাদা এই অভিযোগ করেন যে তা মেয়ে রন্দা চ্যানেলের কাছ থেকে টাকা নিয়েছে তার বিরুদ্ধে মিথ্যে বলার জন্য। | Nella pagina più surreale di questo triste episodio, Hamada Saber e sua figlia Randa si sono messi a litigare sull'accaduto durante un talk show trasmesso da un'importante emittente satellitare, con Hamada che accusa Randa di essersi fatta pagare dalle televisioni per mentire contro di lui. |
17 | আহমেদ তালাত যোগ করেন: | Ahmed Talaat aggiunge: |
18 | @আহমেদতাল৩টঃ:জনগণ এখনো বুঝে উঠতে পারছে না যে হামাদা ও তার মেয়ের প্রজন্মের মধ্যে পার্থক্য রয়েছে। | @AhmadTal3t: La gente ancora non capisce che c'è una bella differenza tra la generazione di Hamada e quella di sua figlia! |
19 | হামাদার প্রজন্ম এখনো পুলিশকে ভয় পায়, যেখানে তার মেয়ের প্রজন্ম রাষ্ট্রপতিকেও ভয় পায় না । | La prima ha ancora paura di un fuzionario di polizia, la generazione successiva non teme nemmeno il presidente della repubblica. |
20 | অবশেষে, নিজের প্রাথমিক বক্তব্যের প্রতি পরিবার ও মিশরীয় জনগণের প্রতিক্রিয়া দেখে, সেইবার তার সাক্ষ্য পরিবর্তন করে। | In seguito, viste le reazioni della sua famiglia e degli egiziani in genere, Saber ha deciso di ritrattare [en] la testimonianza. |
21 | সে প্রতিবাদকারীদের নিকট ক্ষমা চায়, এবং বলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে মারধর ও বিবস্ত্র করেছে । | Ha presentato le sue scuse per aver accusato i manifestanti e ha sostenuto che erano state le forze di sicurezza a picchiarlo e strappargli i vestiti. |
22 | সে আরো জানায় যে প্রাথমিক সাক্ষ্য দেয়ার জন্যে সে কারো কাছ থেকে কোন টাকা গ্রহণ করেনি। | Ha però sottolineato di non aver ricevuto denaro per rilasciare la precedente testimonianza. |