# | ben | ita |
---|
1 | ভিডিও: বিশ্বের ঐতিহ্যবাহী জুতা নির্মাতারা | |
2 | ছবির মালিক হুগো এস্তেভেস সিসি/বাই | L'arte dei calzolai del mondo tramandata grazie a YouTube |
3 | আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেই সব কারুশিল্পী বা কারিগরদের উপর নজর দেব, যারা এখনো মেশিনে নয়, হাতে জুতা তৈরি করে। | |
4 | মেক্সিকো থেকে জাপান পর্যন্ত' আমরা হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জুতা, স্লিপার (ঘরের ভেতর পড়ার জন্য বিশেষ পাদুকা) এবং স্যান্ডেল কি ভাবে বানানো হয় তার উপর নজর দেব। | |
5 | আমাদের যাত্রা শুরু হচ্ছে মেক্সিকো থেকে। | Foto di Hugo Esteves ripresa con licenza Creative Commons Attribution 2.0 Generic |
6 | রারামুরি ইন্ডিয়ান মানে হচ্ছে যে খুব দ্রুত দৌড়ায় এবং এটি সেই সমস্ত দৌড়বিদদের মনোযোগ আকর্ষণ করে, যারা বিশ্বাস করে ঐতিহ্যবাহী হুয়ারাচেস নামে পরিচিত তারাহুমারাস-এর জুতা পড়ে হাঁটলে, তা তাদের সর্বোচ্চ গতি এনে দেবে এবং প্রতিকূলতাকে জয় করবে। | |
7 | উপরের এই ভিডিও আমাদের প্রদর্শন করছে, একজন তারাহুয়মারা ইনডিয়ান তার ঐতিহ্যবাহী হুয়ারাচেস-এর ফিতা বাঁধছে। | I protagonisti di questi video sono artigiani di tutto il mondo che continuano a produrre, anche al giorno d'oggi, calzature fatte a mano. |
8 | নীচের ভিডিওটি আমাদের প্রদর্শন করছে যে এক নতুন ধরনের হুয়ারাচেরসা স্যান্ডেল তৈরি করা হচ্ছে। | Dal Messico al Giappone, vedremo come tuttora vengono costruiti alcuni tipi di scarpe, babbucce e sandali. |
9 | এটি করছে নগ্নপদে এই সাইট চালানো ইনভেজিবলশু। | Il nostro viaggio inizia dal Messico. |
10 | জাপানিদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী স্যান্ডেল। নীচে প্রদর্শন করা পর পর কয়েকটি ভিডিও দেখাচ্ছে, কি ভাবে জোরি [জাপানী ভাষায় ], ওয়ারাজি (দ্বিতীয় ভিডিওর দুটি অংশ, ১ এবং ২ নম্বর ভিডিও) এবং গেটা স্যান্ডেল (যা তিন নম্বর ভিডিওর ২. | I Tarahumara [it], nella loro lingua, si definiscono Rarámuri [en, come gli altri link, eccetto ove diversamente segnalato], termine che significa “coloro che corrono veloci” e che per questa ragione ha attirato l'attenzione degli sportivi: si dice infatti che camminando avendo ai piedi le huarache, tradizionale calzatura locale, si possa ereditare la loro velocità e resistenza. |
11 | ২৮ মিনিট পর থেকে শুরু হচ্ছে) বানাতে হয়। বিশেষ কাঠের পাদুকা বা ক্লোমপেন বছরের পর বছর হল্যান্ডের নিজস্ব এক পরিচয় এবং প্রতীক হয়ে রয়েছে। | Nel video precedente, un Tarahumara si allaccia le tradizionali huarache; in quello seguente invece vediamo una reinterpretazione moderna di questa calzatura, riadattata da un sito di estimatori della corsa a piedi nudi: InvisibleShoe. |
12 | এখানে আমরা দেখতে পাব কি ভাবে তারা সাধারণ হাত চালানো যন্ত্রপাতি দিয়ে ঐতিহ্যবাহী প্রথায় এই খড়ম তৈরি করছে। | Anche i giapponesi hanno i loro sandali tradizionali: i video successivi mostrano come creare rispettivamente gli zori [jp], i waraji [it] (1 e 2) e i geta (dal minuto 2.28): |
13 | এই ছোট্ট ভিডিওটি আমাদের সিঙাপুরে যে চার ধরনের ঐতিহ্যবাহী পুতির মাধ্যমে স্লিপার তৈরি হয়, তার একটির প্রস্তুতকারককে দেখাচ্ছে: | Gli zoccoli di legno, chiamati anche clog o klompen, sono da sempre tra i simboli più conosciuti dell'Olanda. |
14 | হাতে কেবল যে ঐতিহ্যবাহী জুতা হাতে তৈরি হয়, তা নয়। | Qui vediamo come vengono costruiti tradizionalmente, usando utensili manuali: |
15 | যেমনটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাব যে, শ্রীলংকার মুচিরা আধুনিক জুতা তৈরির জন্য তাদের দক্ষতাকে কাজে লাগাচ্ছে: | Questo filmato mostra uno dei quattro artigiani di Singapore che produce le babbucce tradizionali Peranakan, ornate di perline: A essere fabbricati a mano non solo i modelli tradizionali, come si può vedere in questo video. |
16 | সর্বশেষ ভিডিও, যা অন্যগুলোর মতই আকর্ষণীয়। | In Sri Lanka, le tecniche tradizionali sono impiegate anche per produrre calzature moderne: |
17 | এই ভিডিওতে এক বিশেষ ধরনের জুতা প্রদর্শন করা হচ্ছে, যা অনেক ছোট্ট শিশুর স্বপ্ন। এর নাম পয়েন্টে ব্যালেরিনা শু বা ব্যালে নাচের জুতা। | Infine, ecco la produzione di una scarpa speciale che rappresenta il sogno di molte ragazzine in tutto il mondo: la scarpetta da punta, nota anche come ballerina. |