# | ben | ita |
---|
1 | ইরান: চীনা সাইবার এক্টিভিস্টরা ইরানের লোকদের সমর্থন করছে | Iran: cyber-attivisti cinesi a sostegno del <em>movimento verde</em> |
2 | সম্প্রতি আশুরা পালন করার সময় ইরানে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে এক গণবিক্ষোভ প্রদর্শিত হয়, সে সময় প্রায় ডজনখানেক চীনা নেটিজেন #ইরানইলেকশন নামক টুইটার সম্প্রদায়ে যোগ দেয়। | |
3 | তারা তাদের নিজস্ব হাসটাগ, #ইসএন৪ইরান যুক্ত করে এবং এমনকি ইরানের সংগ্রামী জনতাকে সমর্থন করার জন্য এক নতুন সাইট নির্মাণ করে। এই সাইটের শিরোনাম সিএন৪ইরান. | Dopo la recente manifestazione contro il Regime Islamico in occasione della Giornata di Ashura [in], decine di netizen cinesi si sono uniti alla comunità di Twitter #Iranelection. |
4 | অর্গ। গ্লোবাল ভয়েসেস এই উদ্যোগের পেছনে থাকা অন্যতম এক সাইবার এক্টিভিস্ট ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। | Vi hanno anzi aggiunto un propriohashtag, #CN4Iran, e perfino realizzato un nuovo sito per sostenere la battaglia del popolo iraniano [in], intitolato CN4Iran.org [in]. |
5 | কখন এবং কোথায় আপনাদের এই সাইট নির্মাণ করা হয় এবং আপনাদের মূল উদ্দেশ্য কি? | |
6 | ২৮ ডিসেম্বর, ২০০৯-এ আমাদের এই সাইট তৈরি করা হয়। | Global Voices ha intervistato uno dei cyber-attivisti dietro quest'iniziativa. |
7 | এটি ধারণ করে ড্রিমহোস্ট. কম (যুক্তরাষ্ট্রের) নামের প্রতিষ্ঠান। | Quando e dove è stato creato il sito e quali i maggiori obiettivi? |
8 | আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ইরানের জনতার যে লড়াই, তাকে সমর্থন করা। | Il nostro sito è stato creato il 28 dicembre 2009, ospitato da Dreamhost.com (USA). |
9 | তাদের কাছ থেকে এসব শেখা এবং তাদের এই অভিজ্ঞতা চীনা জনতার মাঝে ছড়িয়ে দেওয়া। দয়া করা আমাদের ব্যাখ্যা করুন এই প্রকল্পের সাথে কে জড়িত, এবং কোন সংগঠন কি আপনাদের সাহায্য করছে? | Il nostro obiettivo è quello di offrire sostegno al popolo iraniano per la libertà e la democrazia, imparare da loro e rilanciarne le esperienze tra i cittadini cinesi. |
10 | এর সৃষ্টিকর্তা কাওটামাডে (ডাকনাম), আমাদের বেশ কয়েকজন ওয়েবমাস্টার ও স্বেচ্ছাসেবী রয়েছে। | Spiegaci chi è coinvolto in questo progetto e se avete un supporto organizzativo. |
11 | সিএন৪ইরানে প্রবেশ করে আপনি বিস্তারিত তথ্য পেতে পারেন। | L'ideatore è CaoTaMaDe (nickname), poi abbiamo anche alcuni webmaster e volontari. |
12 | এখন পর্যন্ত আমরা কোন প্রতিষ্ঠানের সমর্থন পাইনি। | Puoi avere maggiori dettagli su Cn4Iran [in]. |
13 | ইরানের সাইবার এক্টিভিস্টদের সাথে কি আপনাদের সম্পর্ক স্থাপন হয়েছে? | Finora non abbiamo ricevuto alcun sostegno economico per organizzare il tutto. |
14 | আপনাদের তথ্যের উৎস কি এবং আপনাদের লক্ষ্য কারা ? | Siete in contatto con i cyber-attivisti iraniani? |
15 | আমরা ইরানের কিছু জনতাকে অনুসরণ করি [টুইটারে]। | Quali le vostre fonti e il target finale? |
16 | অনেক সময় আমরা এ ধরনের বার্তা প্রদান করি, যেমন:কেমন আছেন? | Abbiamo seguito diversi iraniani su Twitter. Qualche volta, mandiamo messaggi del: Come stai? |
17 | ধন্যবাদ। | Grazie. |
18 | তথ্যের প্রধান উৎস যে সমস্ত টুইটার ব্যবহারকারীদের আমরা অনুসরণ করি সে সব, যেমন @@পার্সিয়ান২ইংলিশ, @অক্সফোর্ড গার্ল, @অরি২বি, @তেহরানউইকলি। | |
19 | আমরা বিদেশী সংবাদ মাধ্যম থেকেও সংবাদ সংগ্রহ করি। যেমন আমরা সিএনএন. | La fonte più importante sono gli utenti di Twitter che seguiamo, come ad esempio @@persian2english, @oxfordgirl, @oli2be, @tehranweekly. |
20 | কম থেকে সংবাদ নেই। আমাদের লক্ষ্য চীনের সাইবার নাগরিকরা। | Raccogliamo anche notizie da testate straniere, per esempio CNN.com. |
21 | প্রথমত টুইটার. কম-এর চীনা নাগরিক এবং এরপর অন্যসব চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা, যারা আমাদের তথ্য পাঠ করে। | Il nostro target è il cittadino cinese frequentatore della Rete, in primo luogo gli utenti cinesi su Twitter.com, e poi gli altri utenti Internet che leggono le nostre informazioni. |
22 | এছাড়াও সারাবিশ্বে আমাদের প্রচুর পাঠক রয়েছে এবং আমরা বাইরের পাঠকদের চীনের প্রতিক্রিয়া সম্বন্ধে জানাই [কিছু চীনা সংবাদ ইংরেজীতে অনুবাদ করে তাদের জানাই]। | |
23 | চীন এবং ইরানের নিষেধাজ্ঞা তৈরির ধরনের ক্ষেত্রে কি কোন মিল রয়েছে? সাইবার এক্টিভিজম সম্বন্ধে বলুন? | Periodicamente abbiamo anche dei lettori dal resto del mondo ai quali raccontiamo le reazioni in Cina (traducendo in inglese alcune notizie cinesi). |
24 | আমরা জানি যে ইরানী শাসকরা অনেক ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে। | Vedi qualche similitudine tra la censura cinese e quella iraniana? |
25 | চীনেও একই ধরনের ঘটনা ঘটেছে। | E per quanto riguarda l'attivismo in Rete? |
26 | আমি ধারণা করি তারা মূলকোন শব্দ দিয়ে খোঁজ করার উপর নিষেধাজ্ঞা প্রয়োগ পদ্ধতি চালু করেছে। | Sappiamo che molti siti web sono stati bloccati dal Regime Iraniano, simile a quello cinese. |
27 | যেমন চীনে রয়েছে গ্রেট ফায়ারওয়াল (জিডাব্লিউএফ) পদ্ধতি। এ ধরনের পরিস্থিতি ইরান ও চীনের মত দেশের সাধারণ ঘটনা। | Credo che ricorrano anche a un sistema di censura per filtrare certe parole-chiave come la Grande Muraglia Digitale in Cina. |
28 | সাইবার এক্টিভিজমের ক্ষেত্রে বলা যায়, আমি মনে করি এটি দৃশ্যমান। | Tale situazione è abbastanza comune in Paesi come Iran e Cina. |
29 | সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরিমাণ দিন দিন আরো কঠিন হচ্ছে। | Circa l'attivismo in Rete, lo considero possibile. Tuttavia, la censura governativa diventa sempre più pressante. |
30 | আমরা আশা করি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যারা অবস্থান করছে তাদের নিজস্ব কণ্ঠস্বর রয়েছে, এমনকি যদি তা আওয়াজে ভর্তি কোন কণ্ঠস্বর হয়। কিন্তু সে সব স্বর যেন সবার কানে যায়। | Ci auguriamo che un maggior numero di persone, di settori diversi, possano fare sentire la propria voce, anche se è una voce rumorosa, ma che proprio per questo dev'essere ascoltata. |
31 | আমরা আশা করি, এ ধরনের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে আরো বেশি লোক অবদান রাখবে। চীনে, এমনকি সারা বিশ্বে এ ধরনের সহযোগিতার মাধ্যমে যত দ্রুত সম্ভব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। | Ci auguriamo che sempre più persone possano lavorare assieme, la collaborazione in Cina o in tutto il mondo può far si che il target venga raggiunto il più presto possibile. |
32 | টুইটার. কম খুব সহজেই আমাদের একে অন্যকে যুক্ত করতে পারে। | Twitter.com può facilmente connetterci tutti insieme, questa è una grande possibilità e un inizio. |
33 | এখন পর্যন্ত এর উপর সাড়া কেমন পেয়েছেন? | Che tipo di commenti avete avuto finora? |
34 | আমরা বেশ কিছু সাড়া পেয়েছি, যেমন ছবিকে নতুন করে সাজাতে লোকজন আমাদের সাহায্য করেছে। | |
35 | এই বিষয়টি করেছি ইরানের লোকদের সমর্থন করতে এবং ইংরেজী থেকে চৈনিক ভাষায় অনুবাদ করার জন্য। | Abbiamo ricevuto proposte di aiuto per rifare le immagini sul sito a sostegno del popolo iraniano e per tradurre testi dall'inglese al cinese. |
36 | এ ব্যাপারে আরো সাড়া প্রদান করা হয়েছে টুইটার. কম-এর আরটি-তে। | Altro feedback ci è arrivato via Twitter. |