Sentence alignment for gv-ben-20121001-31800.xml (html) - gv-ita-20121002-66713.xml (html)

#benita
1মেক্সিকো: জেল থেকে লেখাMessico: scrivere dal carcere
2এনরিকে আরান্দা ওচোয়া আপনার সাধারণ মানের মেক্সিকান লেখক নন: ১৯৯৭ সালে এনরিকেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করে ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।Enrique Aranda Ochoa non è uno scrittore qualsiasi: arrestato nel 1997, è stato condannato a 50 anni di reclusione per sequestro di persona.
3তবে এটা এই প্রখ্যাত মনোবিদের সাহিত্যের প্রতি ঝোঁক থামিয়ে দিতে পারেনি।Ma ciò non è bastato a fermarlo nel coltivare la sua passione per la letteratura.
4এনরিকে বিভিন্ন জাতীয় সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং ইতিমধ্যে ছয়টি উপন্যাস লিখেছেন।Enrique è stato insignito di diversi premi nazionali e ha al suo attivo ben sei romanzi.
5এবার তিনি মায়াদের রহস্যের প্রতি মনযোগ দিয়েছেন তার বই “এল ফিন দে লোস দিয়াস” (আমাদের সময়ের শেষ) [স্প্যানিশ ভাষায়]-এ যেটা অনলাইনে [স্প্যানিশ ভাষায়] কেনার জন্যে একটি ইলেক্ট্রনিক ফরম্যাটে পাওয়া যাচ্ছে।Il suo ultimo lavoro è dedicato ai misteri dei Maya [it] e il titolo del libro è “El fin de los dias” (La fine del mondo) [es, come tutti gli altri link, salvo dove diversamente indicato], acquistabile online in formato e-book.
6রাজনৈতিক জীব [স্প্যানিশ ভাষায়] থেকে ব্লগার গাব্রিয়েলা গুতিয়েররেজ এম্মে জেলে লেখকের কার্যক্রম বর্ণনা করেছেন:Gabriela Gutierrez M. descrive sul suo blog Animal Político le attività dello scrittore in prigione:
7তিনি কথা বলতে আগ্রহী, তার কথায় বিভিন্ন বিষয় এসে পড়ে।Appassionato comunicatore, gli argomenti scorrono fluidi tra le sue parole.
8উদাহরণস্বরূপ, তিনি সূর্য সম্পর্কে কথা বলা শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন যোগব্যায়াম দিয়ে, যেটা তিনি জেলের মধ্যে শেখাচ্ছেন।Egli, ad esempio, inizia a parlare del Sole e potrebbe facilmente finire parlando di yoga, disciplina che Enrique insegna in prigione.
9তার সাথে একবার কথোপকথন একটি লাইব্রেরিতে যাওয়ার সমতূল্য, যার পরে আপনি সাহিত্য পড়ার একটি অসাধারণ তালিকা পেয়ে যাবেন।Conversare con lui sembra quasi di ritrovarsi in una libreria, dopodiché finisci per avere tra le mani una lista di libri di letteratura di qualità da leggere.
10তার সর্বশেষ সুপারিশ হলেন কিউবার জোয়াকুইন মারিয়া মাচাদো দে অ্যাসিস।L'ultimo autore che mi ha consigliato è stato il cubano Joaquin Maria Machado de Assis.
11ছবি শাটারস্টকের মাধ্যমে, কপিস্বত্ত্ব স্টিভ স্নোডেনImmagine da Shutterstock, copyright Steve Snowden
12এনরিকে সরাসরি জেল থেকে যেসব গ্রন্থ লিখে পুরস্কার পেয়েছেন সেগুলোর উল্লেখ করে গাব্রিয়েলা তার ব্লগপোস্ট চালিয়ে যান [স্প্যানিশ ভাষায়]:Gabriela continua elencando i premi che Enrique ha vinto grazie ai testi scritti direttamente dal carcere:
13সরাসরি কারাগার থেকে এনরিকে আরান্দা কোনাকুলতা-ইএন্নেবেআ (ইন্সতিতিউতো ন্যাসিওলা দে বেলাস আর্তেস- জাতীয় চারুকলা ইন্সটিটিউট) প্রদত্ত জাতীয় কবিতা পুরস্কার “সালভাদর দিয়াজ মিরন” পেয়েছেন তিনবার (১৯৯৮, ২০০১ এবং ২০০৮ সালে।) এছাড়াও তিনি ঐ একই প্রতিষ্ঠানের দেয়া জাতীয় ছোট গল্প পুরস্কার হোসে রেভুয়েলতাস লাভ করেছেন দুইবার (২০০৩ এবং ২০০৮ সালে।।Direttamente dalla prigione, Enrique Aranda è stato insignito del Premio Nazionale di Poesia “Salvador Diaz Miron” da Conaculta-INBA per ben tre volte (1998, 2001 and 2008). Egli ha vinto inoltre il Premio Nazionale di Racconti Brevi José Revueltas due volte (2003 and 2008), assegnato dall'omonima istituzione.
14ইএন্নেবেআ থেকে তিনি সাম্প্রতিকতম স্বীকৃতি পেয়েছেন পাঠভ্যাস প্রচারণার পুরস্কার দেওয়ার “মেক্সিকো লি (মেক্সিকোর পঠন) ২০১১” প্রতিযোগীতায় জেলের ভিতরে বইপড়া ক্লাব তৈরি জন্যে।Il riconoscimento più recente è stato rilasciato dalla INBA nel contesto “Mexico lee 2011″, il cui scopo è quello di promuovere la lettura, per premiare l'iniziativa dello scrittore nell'aver ideato un club di lettura all'interno della prigione.
15আগে ছিল মেক্সিকো সিটির সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আর এখন, সংস্কৃতি মন্ত্রণালয় দিয়েছে প্রায় ৮০০ বই [ক্লাবটির জন্যে]: “আমি যখন তাদের কল করলাম তারা এটাকে সরকারী মনে করেছিল। যখন তাদের বললাম যে আমি একজন বন্দী, তারা উত্তেজিত হয়েছিল”, তিনি বলেছেন।É stato l'Istituto Culturale di Città del Messico, oggi Ministero della Cultura, a fornire circa 800 volumi al club: “Quando li ho chiamati, in un primo momento pensarono fossi un ufficiale.
16এই প্রকল্পের লক্ষ্য হলো কারাবন্দীদের “বাইরের দুনিয়া সফরের জন্যে তা্দের কাঙ্ক্ষিত একটি টিকেট প্রদান।”Quando gli ho detto che ero un prigioniero furono eccitati”, dice Enrique.
17মেক্সিকোর ম্যাগাজিন প্রোসেসো (প্রক্রিয়া) [স্প্যানিশ ভাষায়] তাদের ওয়েবসাইটে তার উপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে তারা অপহরণের জন্যে তার রায়ের অনিয়ম সম্পর্কে উল্লেখ করেছে:Lo scopo di questo progetto è stato quello di offrire ai carcerati “un biglietto per un tour nel mondo esterno a cui tanto ambiscono”
18এনরিকে সবসময় সন্দেহ করেন যে জনগণের ফোরামে রাজনৈতিক কর্মকাণ্ডের - সামাজিক কারণের প্রতি সংহতি যেমন জাপাতিস্তা (মেক্সিকো রাস্ট্রবিরোধী মূলতঃ আদিবাসীভিত্তিক সশস্ত্র সমাজতান্ত্রিক আন্দোলন) এবং (মার্কিন নেতৃত্বাধীন) নাফটা'র (উত্তর আমেরিকার মুক্ত-বাণিজ্য চুক্তি) বিরুদ্ধে একজন এক্টিভিস্ট হিসেবে অংশগ্রহণের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।Il sito web della rivista Proceso si occupa del suo caso, menzionando le irregolarità che hanno portato all'accusa di sequestro: Enrique ha sempre sospettato che il suo arresto fosse stato causato dalle sue pubbliche attività politiche, per la sua solidarietà verso le cause sociali, come quella zapatista, e per aver partecipato come attivista contro il NAFTA [it].
19এ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এর ২০০৩ সালের রিপোর্টে এই বিষয়টি তুলে ধরেছিল: অন্যায় বিচার: বিচার প্রশাসণের নির্যাতন (এআই সূচক: এএমআর ৪১/০০৭/২০০৩/), (লেখকদের বিশ্ব সংগঠন) পেন ক্লাবের সভাপতি ইউজিন শাল্গে ২০০৬ সালে তাকে পরিদর্শন করেন; এছাড়াও মানবাধিকারের জন্যে আইনজীবীদের কমিটি তাদের পক্ষাবলম্বন করেন, এবং তাকে নির্যাতন এবং তার আইনি নিশ্চয়তা লংঘনের কারণে কেন্দ্রীয় অঞ্চলের (মেক্সিকো সিটি) মানবাধিকার কমিশন একটি সুপারিশ ১২/০২ জারি করে।Il caso venne riportato anche da Amnesty International nel suo report del 2003 Unfair trials: torture in the administration of justice (AI Index: AMR 41/007/2003/); il presidente del PEN Club, Eugene Schoulgin, gli ha fatto visita nel 2006; anche l'Avvocato del Comitato per i Diritti Umani lo difende, e la Commissione per i Diritti Umani del Distretto Federale di Città del Messico ha pubblicato una raccomandazione 12/02 a causa di tortura e violazione delle sue garanzie legali.
20এনরিকে আরান্দা ওচোয়া আন্তঃ-আমেরিকান মানবাধিকার আদালতে তার মামলাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।Enrique Aranda Ochoa vuole portare il suo caso davanti alla Corte InterAmericana per i Diritti Umani [it].