Sentence alignment for gv-ben-20130623-37013.xml (html) - gv-ita-20130626-81382.xml (html)

#benita
1মিশরীয়রা #জুন৩০ তারিখে মুসলিম ব্রাদারহুডের শাসন পতনের জন্য প্রতিবাদের পরিকল্পনা করছেEgitto: #June30 la protesta per rovesciare il regime di Morsi e dei Fratelli Musulmani
2এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে প্রকাশিত আমাদের বিশেষ কাভারেজের অংশ।Questo post fa parte del nostro special riguardo la Rivoluzione Egiziana del 2011.
3মিশরীয়রা আবার এক হতে চলেছে, আগামী ৩০ জুন তারিখে “সরকার পতন” আন্দোলনের পরিকল্পনা করছে।Gli Egiziani stanno tornando ad organizzare delle manifestazioni per “far crollare il regime”, questa volta il 30 giugno.
4তারিখটি হ্যাশট্যাগ #জুন৩০ অধীনে সামাজিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে, যে দিন মুসলিম ব্রাদারহুড প্রার্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির শাসনের প্রথম বার্ষিকী পূরণ হতে যাচ্ছে।La data fatta circolare sui Social Media raccolta sotto l'hashtag #30giugno, è quella del primo anniversario al potere del Presidente Mohamed Morsi, candidato dei Fratelli Musulmani, eletto a seguito delle manifestazioni iniziate il 25 giugno 2011 per rovesciare il governo di Hosni Moubarak.
5মোহাম্মদ মুরসি গত ২৫ জানুয়ারী, ২০১১ তারিখে একটি বৃহদায়তন বিক্ষোভ শুরু হোসনি মুবারককে উৎখাতের পর নির্বাচিত হন। এই বছরে, অনেক মিশরীয় বিশ্বাস করেন যে মুরসির শাসনের সময় মিশর আরো বেশি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।In quest'ultimo anno, il governo Morsi ha provocato ulteriori ferite ad un Egitto già martoriato su più fronti, questo il punto di vista di molti Egiziani, la cui collera farà da sfondo alle manifestazioni del #30giugno previste in tutto il paese.
6রাষ্ট্র সকল ধরণের অবনতি জনগণকে ক্রমেই রাগান্বিত করে তুলছে, যেটি গোটা দেশব্যাপি #জুন৩০ প্রতিবাদের পরিকল্পনার মুলে রসদ যোগাচ্ছে।
7বিক্ষোভে প্রধান দাবি হচ্ছে, “রাষ্ট্রপতি ও মুসলিম ব্রাদারহুডের শাসনের পতন করা”।La principale rivendicazione è: “Abbasso il presidente Morsi e il potere dei Fratelli Musulmani”.
8দৃঢ় আহ্বান এবং এই ব্যাপারে সাধারণ চুক্তি সত্ত্বেও, এখনো অস্বস্তির সমান শক্তিশালী অনুভূতি এবং সেই সাথে অনিশ্চয়তার কালো মেঘ পুরো ঘটনার দিকে এগিয়ে আসছে।Nonostante i numerosi appelli e la generale intesa sulla causa, lo scenario resta offuscato da un forte sentimento di disagio e incertezza.
9বর্তমানে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উচ্চারিত হচ্ছে তা হল, আমাদের কি কোন পরিকল্পনা আছে? এম.Una delle questioni più comuni ed importanti ad essere stata sollevata è, abbiamo un piano?
10যে. ওআই প্রশ্ন করেছেন:L'utente M.J.Y la pone senza mezzi termini [en] :
11@সটসয়ঃ #জুন৩০ এর জন্য আমাদের পরিকল্পনা কি?@sotsoy: Allora qual è il piano per il #30giugno ?
12যদি তারা সফল হয় তবে বিরোধীরা সে জায়গায় কি কিছু করতে পারবে?L'opposizione ha qualcosa in serbo se salisse al potere?
13#তামারোড#tamarod
14একই প্রশ্নের উত্তরে, জিয়াদ এম বলেন [আরবি ভাষায়]:In risposta a questa stessa domanda, l'utente Ziad M ha detto [ar] :
15বিগত সময়ে কোন একক রাজনৈতিক দল দেশ চালানোর জন্য বিকল্প সমাধান দিতে পারেনি, তারা শুধু কথা বলেছে।In passato nessun partito politico ha saputo proporre un'alternativa per guidare il paese, non fanno altro che parlare.
16ব্লগার জয়নাব সামির বিশ্বাস করেন যে, অংশগ্রহণ করা এবং রাস্তায় “না” বলতে উত্সাহিত করা একটি দায়িত্ব।La blogger Zeinab Samir è convinta che partecipare e incoraggiare la piazza a dire no è un dovere.
17সে তার ব্লগপস্টে লিখেছেন [আরবি ভাষায়]:Ha scritto nel suo blog [ar] :
18আপনি প্রতিবাদ করতে যাচ্ছেন, কারণ আপনি জ্বালানীর অভাব, বিদ্যুৎ, নীল নদের উভয় সঙ্কট, সুয়েজ খাল, আমাদের ঋণ, সিনাইয়ে আমাদের অপহৃত সৈন্য এবং যারা ​​দৈনিক বাস দুর্ঘটনায় মরা যান তাঁদের জন্য অথবা আপনি ইসলামবাদীদের না বলতে এই প্রতিবাদ করছেন।Protesterete a causa della mancanza di combustibile, dell'elettricità, della lotta per il controllo del Nilo, del Canale di Suez, dei nostri debiti, dei nostri soldati rapiti nel Sinaï e di chi muore ogni giorno negli incidenti d'autobus, o state protestando per dire no agli Islamisti.
19অন্য পক্ষ বা পুরাতন শাসনের সমর্থকরা যারা মিলিটারি শাসন ফিরে আসার পক্ষপাতী, তাঁরা এই সমাবেশে বিপুল অংশগ্রহণ বিষয়ে আলোচনা করছেন।Altri evocando la partecipazione massiccia dei “feloul”, gli esponenti del vecchio regime, che si sono detti favorevoli al ritorno del potere militare.
20তবুও সামরিক শাসনের পতনের সংগ্রামে যারা দেড় বছর ধরে কোন সহযোগিতা করে নি জনসাধারণ তাঁদের স্বাগত জানাবে না।Una prospettiva non condivisa dalle masse, scese in strada durante l'ultimo anno e mezzo per mettere fine al regime di Mubarak.
21মিশরীয় কবি আমিন হাদ্দাদ [আরবী ভাষায়] তা নিশ্চিত করেছেন:Il poeta egiziano Amin Haddad conferma [ar] :
22আমাদের দাবি হচ্ছে, মুসলিম ব্রাদারহুডের শাসনের অবসান এবং বিপ্লবের লক্ষ অর্জন করা, মুবারক অথবা সুপ্রিম কাউন্সিল ফর আর্মড ফোরস [এসসিএএফ] কে ফেরত পাওয়ার জন্য নয়।Rivendichiamo la fine del potere dei Fratelli Musulmani, l'attuazione degli obbiettivi della rivoluzione e l'uscita definitiva dalla scena di Mubarak e del Consiglio Supremo delle Forze Armate (CSFA).
23অয়েল ইস্কান্দার লিখেছেনঃL'utente Wael Eskandar ha una visione positiva [en] :
24@অয়েলইস্কান্দারঃ ফেলুলরা তাঁদের ব্যবসার কাছে এবং ইসলামবাদীরা তাঁদের নেতার কাছে অনুগত, কিন্তু অধিকাংশ বিপ্লবীরাই অনুগত তাঁদের মূল্যবোধের কাছে।@weskandar: I feloul sono fedeli ai loro uomini d'affari, e gli islamisti sono fedeli ai loro capi, ma la maggior parte dei rivoluzionari sono fedeli ai loro valori.
25হতবুদ্ধিতা এবং দ্বিধার ভাব কেটে গেছে; একজন বিপ্লবি, প্রতিবাদকারি, সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি অথবা সিদ্ধান্তহীনতায় ভোগা যে কেউ - সিরিয়ার সংহতির ব্যাপারে মিশরিয় প্রেসিডেন্টের বক্তৃতা প্রদানের পর পরই তাঁরা তাঁদের অবস্থান পরিবর্তন করে ফেলে।Perplessità ed esitazioni sono però scomparse; rivoluzionari o feloul, decisi o indecisi, hanno cambiato la loro posizione a seguito del discorso provocatorio del Presidente egiziano, in solidarietà con la Siria.
26অংশগ্রহণের ব্যাপারে দ্বিধায় ভোগা ফাথি সাদ বলেছেনঃFathy Saad, che esitava a partecipare, ha scritto:
27মুরসি আপনাকে ধন্যবাদ। ৩০ জুনে রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণের ব্যাপারে আসলে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু আপনার স্টুপিড ভাষণ শুনে আমি আমার মন স্থির করে ফেলেছি যে আমি সেখানে অংশ নেব।Grazie a Morsi, non sapevo se scendere in strada o no il 30 giugno, ma dopo il suo discorso stupido, ho preso la mia decisione e parteciperò.
28#জুন৩০ হতে সময় আছে আর মাত্র ১০ দিন। অধিকাংশ গভর্নোরেটরা ইতিমধ্যে প্রতিদিন বিক্ষোভ শুরু করেছেন - এবং ক্রোধের ঢেউ পরিকল্পনার চেয়ে একটু বেশিই বলে মনে হচ্ছে।A pochi giorni dal #30giugno, la maggior parte dei governatorati hanno già iniziato le manifestazioni giornaliere, e l'ondata di rabbia sembra più vicina del previsto.
29টুইটারে আরো প্রতিক্রিয়া জানতে, #জুন৩০ হ্যাশট্যাগটি দেখুন।Per maggiori aggiornamenti su Twitter, seguite l'hashtag #June30.