Sentence alignment for gv-ben-20080917-1219.xml (html) - gv-ita-20080919-329.xml (html)

#benita
1বিশ্ব ব্যান্ক চলচ্চিত্র প্রতিযোগীতা – জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রেক্ষাপটBanca Mondiale, Concorso di cortometraggi sul tema: “Dimensioni sociali dei mutamenti climatici”
2জলবায়ু পরিবর্তন সমাজে কি প্রভাব ফেলছে এ নিয়ে বিশ্ব ব্যান্ক ২-৫ মিনিটের স্বল্পদৈর্ঘ ডকুমেন্টারীর ভিডিও প্রতিযোগীতার আয়োজন করেছে এবং এর জন্যে বিশ্বব্যাপী জনসাধারণের কাছ থেকে ভিডিও আহ্বান করছে।La Banca Mondiale ha indetto un concorso per la presentazione di brevi documentari (dai 2 ai 5 minuti) che mostrino aspetti e ripercussioni sociali del cambio climatico. Il termine ultimo per partecipare al concorso è il 24 ottobre 2008; si auspica in particolare la partecipazione di giovani dei Paesi in via di sviluppo.
3ভিডিও জমা দেবার শেষ তারিখ ২৪শে অক্টোবর, ২০০৮।I temi possono essere scelti tra le seguenti categorie:
4তারা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে (যুবারা অগ্রগণ্য) অন্তর্ভুক্তি চাইছে যেগুলো নিন্মের যে কোন বিষয়ে হতে পারে:
5- সংঘাত: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক সম্পদের অভাব দেখা দেয় এবং এতে অর্থনৈতিক এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংকট দেখা দেয়। তাই এটি কিভাবে সামাজিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতে রুপ নেয়?- Conflitti: I mutamenti climatici causano scarsità di risorse, instabilità economica e in molti casi anche politica; in che modo ciò può portare a disordini sociali e conflitti armati?
6- অভিবাসন: জলবায়ু পরিবর্তন এবং জনগোষ্ঠির অভিবাসনের মধ্যে কোন সম্পর্ক আছে কি?- Migrazioni: Qual è la relazione tra i cambiamenti climatici e l'emigrazione dei popoli?
7- সামাজিক নীতি: জলবায়ু পরিবর্তনের হুমকিগুলো ঠেকাতে সরকার কি কার্যকর সামাজিক নীতি গ্রহণ করছে?- Politiche sociali: In che modo i governi elaborano politiche sociali atte ad affrontare efficacemente le sfide del mutamenti climatici?
8- খরাপীড়িত অঞ্চল: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরাপীড়িত অঞ্চল কি সামাজিক পরিবর্তন আনছে?- Zone aride: Quali sono le risposte a livello sociale nelle zone aride in relazione ai cambiamenti climatici?
9- শহুরে অঞ্চল: শহুরে অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার নিমিত্তে নেয়া ব্যবস্থাগুলি কতটুকু গরীবদের কথা চিন্তা করে করা হয়?- Spazi urbani: In che modo i provvedimenti per l'adattamento al cambio climatico prendono in considerazione le necessità dei poveri che vivono in ambienti urbani?
10- গ্রামীন প্রতিষ্ঠানগুলো: কৃষিপ্রধান গ্রামীন সমাজে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ঠেকানোর জন্যে কি পদক্ষেপ নিচ্ছে এবং তারা সমস্যাগুলো সমাধানে আগ্রহী কি না?- Istituzioni rurali: In che modo le istituzioni locali delle società agrarie creano le competenze atte a gestire i rischi legati ai mutamenti climatici e quali tipi di soluzioni propongono?
11- আদিবাসী জনগোষ্ঠি: আদিবাসীরা কি করে জলবায়ুর বিরুপ পরিবর্তনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে অথবা খাপ খাইয়ে নিচ্ছে।- Popolazioni indigene: In che modo gli indigeni rispondono e si adattano all'impatto dovuto al cambio climatico?
12- লিঙ্গ: জলবায়ু পরিবর্তন কি পুরুষ কিংবা মহিলা, ছেলে বা মেয়েদের উপর ভিন্নভাবে প্রবাব ফেলছে?- Genere: I mutamenti climatici hanno implicazioni diverse per uomini e donne, ragazzi e ragazze?
13কোথায় এবং কিভাবে এই ভেদটুকু বোঝা যাচ্ছে?Come o dove è possibile trovarne degli esempi?
14- সরকার পরিচালনা: জলবায়ু পরিবর্তন ঠেকাতে সামাজিক জবাবদীহিতা কি করে স্থাপন করা যায়?- Governo: Come promuovere la responsabilità sociale nell'attivismo per il clima?
15- বনজঙ্গল: বন উজাড় বা পাহাড় কাটার ফলে সৃষ্ট পরিবেশ কলুষ রোধে স্থানীয় সমাজ কি পদক্ষেপ নিতে পারে বা তাদের কি বাধা রয়েছে?- Foreste: Quali minacce e quali opportunità derivanti dalla deforestazione e dal degrado esistono per le comunità locali impegnate a ridurne le emissioni?
16- মানবাধিকার: জলবায়ু পরিবর্তন মানবাধিকারে কি প্রভাব ফেলে?- Diritti umani: Quali le implicazioni del cambio climatico sui diritti umani?
17এই প্রতিযোগীতা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে।Ulteriori informazioni sul concorso sono disponibili qui.
18নীচে অন্তুর্ভুক্তির আহ্বান করে একটি ভিডিও দেয়া হলো:Di seguito il video di convocazione del concorso.