Sentence alignment for gv-ben-20150527-48770.xml (html) - gv-ita-20150525-95427.xml (html)

#benita
1আফগানী র‍্যাপশিল্পী বাল্যবিবাহ বিষয়ে গান গেয়ে বাল্যবিবাহ করা থেকে নিষ্কৃতি পায়Giovane rapper afgana sfuggita ad un matrimonio forzato grazie alla sua musica
2আফগানী র‍্যাপশিল্পী সোনিটা আলীজাদেহ ‘বিক্রয়ের জন্য বধূ' শীর্ষক গানটি লিখে ১৪বছর বয়েসে জোর করে বিয়ে করার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়।La rapper afgana Sonita Alizadeh ha scampato a stento un matrimonio forzato all'età di 14 anni scrivendo la canzone “Brides for Sale”.
3সম্পতি সে ক্যালিফর্নিয়ার পশ্চিম ওকল্যাণ্ড পরিদর্শন করে খুবই অবাক হয়েছে যে ইরান ও আফগানিস্তানের মতো আমেরিকাতেও দরিদ্র এলাকা ও গৃহহীন মানুষ আছে।Recentemente ha visitato West Oakland, California ed è rimasta sorpresa del fatto che anche negli Stati Uniti, come in Iran e in Afghanistan, ci siamo quartieri poveri e con senzatetto.
4শুকা কালান্তারির সৌজন্যে।Credit: Shuka Kalantari.
5পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।Pubblicato con il permesso di PRI.
6দ্যা ওয়ার্ল্ড এর জন্য শুকা কালান্তারি লেখা এই প্রবন্ধ ও বেতার প্রতিবেদন সর্বপ্রথম ২০১৫ সালের মে মাসের ১২ তারিখে পিআরআই. অর্গ এ প্রকাশিত হয়, এবং সংবাদ-বিনিময় চুক্তির অংশ হিসেবে এখানে পুনপ্রকাশিত হয়।Questo articolo e servizio radiofonico di Shuka Kalantari per The World sono apparsi originariamente su PRI.org il 12 Maggio 2015 e vengono qui ripubblicati come parte di un accordo per la condivisione di contenuti.
7আমার সাথে সোনিটা আলীজাদেহ-এর প্রথম দেখা হয় যখন সে তার প্রথম যুক্তরাষ্ট্র সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে শহরে আসে।Ho incontrato Sonita Alizadeh quando è arrivata in città per il suo primo concerto in America.
8আমরা হাঁটছিলাম তখন যে হঠাৎ থেমে যায় ও একটি লোকের দিকে তাকিয়ে থাকে যে তার মেয়ে দু'জনের সাথে খেলছিল।Discutevamo camminando, quando si è fermata improvvisamente e ha iniziato a fissare un uomo che giocava con le sue due figlie.
9‘এখানে আমেরিকায় একজন বাবা তার মেয়েদেরকে উদ্যানে নিয়ে যাবার জন্য সময় বরাদ্দ করে রাখে, সে বলল।“Qui in America un padre può prendersi del tempo per portare le figlie al parco”.
10‘আমি যেখান থেকে এসেছি সেখানে এটা দেখতে পাওয়া যায় না।'Ha detto. “Nel mio paese non è possibile”.
11সোনিটা আফগানিস্তান থেকে এসেছে।Sonita è afgana.
12তার বয়স ১৮ বছর, তার চুল লম্বা কালো এবং সে ছোটখাট গড়নের।Ha 18 anni, magra ed ha lunghi capelli neri.
13যদি তার মাতাপিতার পরিকল্পনামাফিক তার সবকিছু চলতো তবে তার এতোদিনে বিবাহ হয়ে যেত।Se le cose fossero andate secondo i piani dei suoi genitori, adesso sarebbe sposata.
14‘আমি মাঝে মাঝে ভাবি যে আমি এখন হয়তো একজন মা হয়ে থাকতাম - কয়েকটি বাচ্চা সহ।“A volte penso al fatto che adesso sarei stata madre - con dei figli.
15এই ভাবনাটি আমার পছন্দের না।'Non è un pensiero che mi piace”.
16সোনিটা ইরানের রাজধানী তেহরানে বড় হয়েছে।Sonita è cresciuta a Tehran, la capitale dell'Iran.
17তার পরিবার যুদ্ধের কারণে তার ৮বছর বয়েসের সময় আফগানিস্তান থেকে পালিয়ে যায়।La sua famiglia è fuggita dall'Afghanistan quando aveva 8 anni, a causa della guerra.
18সে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে যারা নথিবিহীন আফগানী শিশুদেরকে প্রশিক্ষণ দেয়।Ha frequentato un'associazione no profit che insegnava ai bambini afgani senza documenti.
19সেখানেই সে কারাটে, ফটোগ্রাফী, গিটার বাজানো শিখেছে, এবং সে গান ও র‍্যাপ করা শুরু করে।Lì ha avuto nozioni di karate, fotografia, chitarra e ha iniziato a cantare e fare rap.
20তার সঙ্গীত দ্রুতই স্বীকৃতি লাভ করে।La sua musica ha avuto un rapido successo.
21একজন ইরানী পরিচালকের সাথে সোনিটার পরিচয় হয়েছে যে তার শৈলীকে পালিশ করতে ও সঙ্গীতের ভিডিও নির্মাণ করতে সাহায্য করেছে, যার ফলে সে কয়েকটি পুরস্কারও পেয়েছে।Sonita ha incontrato un regista iraniano che l'ha aiutata a raffinare il suo stile e a creare video musicali.
22সবকিছুই নিখুঁতভাবে চলছিল।Questo l'ha portata a vincere alcuni premi.
23খুঁত বের হবার আগ পর্যন্ত। ‘একদিন আমার মা আমাকে বলল, ‘তোমাকে আমার সাথে আফগানিস্তানে যেতে হবে।Tutto era perfetto finchè “un giorno mia madre mi ha detto, ‘Devi tornare in Afghanistan con me.
24সেখানে একজন লোক আছে যে তোমাকে বিবাহ করতে চায়।C'e un uomo che vuole sposarti.
25তোমার ভাইয়েরও বাগদান হয়েছে এবং তোমার ভাইয়ের বিবাহের খরচ বহন করতে আমাদের তোমার বিবাহের যৌতুকের অর্থ প্রয়োজন।”Tuo fratello è fidanzato e abbiamo bisogno della dote per pagare il suo matrimonio.' “
26সোনিটা খুবই ভেঙ্গে পড়লো।Sonita era distrutta.
27তাই সে ‘বিক্রয়ের জন্য বধূ' নামে একটি গান রচনা করলো।Perciò compose la canzone “Brides for sale” - spose in vendita.
28গানটি শুরু হয় এভাবে ‘আমি ফিসফিস করে বলি, যাতে কেউই শুনতে না পায় যে আমি বালিকা বিক্রয়ের কথা বলছি।La canzone inizia così: “Lasciami sussurrare, cosi nessuno sentirà che parlo di ragazze vendute.
29আমার কণ্ঠ শোনা যেতে পারবে না কারণ এটি শরীয়া বিরুদ্ধ।La mia voce non deve essere udita perchè va contro la Sharia.
30নারীদেরকে অবশ্যই নিশ্চুপ থাকতে হবে… এটিই আমাদের প্রথা।'Le donne devono rimanere in silenzio…questa è la nostra tradizione”.
31এই ভিডিওতে সোনিটাকে বিবাহের পোষাক পরিহিত অবস্থায় দেখা যায় - আর তার কপালের উপর একটি বারকোড।Il video mostra Sonita che indossa un abito da sposa - con un codice a barre sulla fronte.
32তার মুখে আঘাতের চিহ্ন।Il suo volto coperto di lividi.
33তাকে বিক্রয় করে না দেবার জন্য সে তার পরিবারের কাছে আকুতি করে।Supplica la famiglia di non venderla.
34তার মাতাপিতা ভিডিওটি সম্পর্কে কী ভাববে তা নিয়ে সোনিটা খুবই চিন্তিত ছিল - কিন্তু তারা আসলে এটিকে পছন্দই করেছিল - এবং তারা তাকে বলেছেও যে তাকে বিবাহ করতে হবে না।Sonita era preoccupata della reazione dei suoi genitori alla vista del video - ma in realtà lo hanno apprezzato - e le hanno detto inoltre che non doveva sposarsi.
35‘আমার পরিবার যে আমার জন্য আমাদের পরিবারের প্রথা ভেঙ্গেছে তা আমার কাছে অনেক বেশী অর্থ বহণ করে।“Significa molto sapere che la mia famiglia è andata contro le nostre tradizioni per me.
36এখন আমি এমন এক জায়গায় যেখানে আমি যে আসতে পারবো তা কখনও ভাবতেই পারিনি।'Ora sono in un posto dove non avrei mai immaginato di arrivare.”
37সোনিটার সঙ্গীতকে ঘিরে সৃষ্টি হওয়া মনোযোগ তাকে ইউটার একটি শিল্প একাডেমীতে পুর্ণ বৃত্তি পাইয়ে দিয়েছে, এবং এটাই সান ফ্রান্সিসকো উপসাগর এলাকাতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের কারণ।L'attenzione rivolta alla musica di Sonita le ha permesso di ottenere una borsa di studio in un'accademia d'arte nello Utah e questo l'ha portata al concerto qui nella baia di San Francisco.
38কিন্তু অনুষ্ঠানের আগে সোনিটার কিছু অনুশীলন করা প্রয়োজন।Ma prima dello show Sonita deve provare.
39আমরা আমার গাড়ীতে চড়ে বসি এবং কাছেই পশ্চিম ওকল্যাণ্ড এলাকায় যাই।Saltiamo in macchina e guidiamo verso la vicina West Oakland.
40পশ্চিম ওকল্যাণ্ডের এই এলাকা দেখে সোনিটা মর্মাহত হয়।Sonita era sconvolta dal quartiere di West Oakland.
41তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতে এমনও জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?” সে জিজ্ঞাসা করলো।“Mi stai dicendo che in America ci sono posti in cui non puoi andare da sola di notte?” mi ha chiesto.
42শুকা কালান্তারির সৌজন্যে।Credit: Shuka Kalantari.
43পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।Pubblicata con il permesso di PRI.
44অনুশীলনের স্টুডিওটি গ্রাফিটি দিয়ে ঢাকা একটি এলাকা।La sala prove si trova in un quartiere coperto di graffiti.
45রাস্তার উভয় পাশেই গৃহহীন মানুষের সারি।I due lati della strada sono pieni di senzatetto.
46সোনিটা মর্মাহত হয় - কারণ এটি তাকে তার বাড়ীর কথা মনে করিয়ে দেয়।Sonita è sconvolta - perchè le ricorda il suo paese.
47‘আমি একটি এলাকায় বেড়ে উঠেছি যেখানে সকলেই দরিদ্র ছিল এবং ঘরগুলো ছিলো ভাঙ্গাচোরা,' সোনিটা বলল।“Sono cresciuta in un quartiere dove tutti erano poveri e le case erano fatiscenti,” dice Sonita.
48‘আমি রাতের বেলা ঘরের বাইরে যেতে পারতাম না কারণ তা সত্যিই খুব বিপজ্জনক ছিল।“Non potevo uscire di notte perche era veramente pericoloso.
49তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতেও এমন জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?Mi stai dicendo che anche in America ci sono posti in cui non si può andare da soli di notte?
50তাহলে মানুষ কোথায় আশ্রয় খুঁজে পাবে?'Allora in quale altro posto una persona può rifugiarsi?”
51এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার অল্প সময় পরই, ফারকোনদা নামের সেই নারীর বিষয়ে সোনিটা পড়েছে যাকে কোরানের একটি খণ্ড পোড়ানোর অভিযোগে আফগানিস্তানে পাথর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়।Non molto tempo dopo il concerto, Sonita ha letto di una donna di nome Farkhondeh che è stata lapidata e picchiata a morte in Afghanistan, con l'accusa di aver bruciato il Corano. Sonita aveva il cuore a pezzi.
52তাই সে যা ভালভাবে করতে জানতো তাই সে করেছে: এবিষয়ে একটি গান সে লিখেছে।Perciò ha fatto quello che sa fare meglio: scrivere una canzone su questo episodio.
53‘র‍্যাপসঙ্গীত আপনাকে অন্য মানুষের কাছে আপনার গল্প বলতে সাহায্য করে।“La musica rap ti permette di raccontare la tua storia agli altri.
54র‍্যাপ সঙ্গীত হলো আমার হৃদয়ে থাকা কথাগুলো বিনিময় করার একটি মঞ্চ।'La musica rap è una piattaforma per condividere le parole che ho dentro”.
55এবং কখনো কখনো র‍্যাপসঙ্গীত দুঃখ, ক্ষোভ প্রকাশ করার একটি উপায়, যেগুলো না দেখাতে আফগানী নারীদেরকে বলা হয়েছে।E a volte la musica rap è un modo per esprimere quella tristezza e quella rabbia che le donne afgane non hanno il diritto di mostrare.
56যদিও সোনিটা এখন তার বাড়ী থেকে ৭,০০০ মাইর দূরে বসবাস করে, সে বলে যে সে সর্বদাই তার হৃদয়ের সবচেয়ে কাছে থাকা আফগানী জনগণের বিষয়ে গান গেয়ে যাবে।Anche se adesso Sonita vive a più di 7000 miglia lontana da casa, dice che canterà sempre riguardo ciò che le sta più a cuore: la gente dell'Afghanistan.