# | ben | ita |
---|
1 | সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ’ বিষয়ের অন্তর্ভুক্তি | Singapore: il rispetto per gli animali si studierà a scuola |
2 | পশু প্রেমীদের জন্য শুভ সংবাদ। | Buone notizie per gli amanti degli animali. |
3 | সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় সেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন ‘চরিত্র এবং নাগরিকত্ব শিক্ষা' পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ' বিষয়টির অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। | |
4 | প্রাণিদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য সেখানে পশু কল্যাণ বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে উত্সাহিত করেছেঃ | Il Ministero dell'Istruzione di Singapore ha confermato [en, come gli altri link] che il benessere degli animali sarà incluso nel nuovo programma ‘Educazione Civica e Caratteriale' per gli studenti della scuola primaria e secondaria. |
5 | আমরা শিক্ষা পাঠ্যক্রমের এই পরিবর্তন গুলিতে গুরুত্ব দিতে যথেষ্ট জোর করতে পারি না। | La Società per la Prevenzione della Crudeltà verso gli Animali ha esultato per l'inclusione del benessere degli animali nei programmi scolastici: |
6 | পরবর্তী প্রজন্মের তরুণ ছেলে-মেয়েদের আমরা শ্রদ্ধেয়, দায়িত্বশীল, উদার জীবনের অধিকারি এবং প্রাণি ও সহকর্মী মানুষের জন্য সমবেদনশীল হিসেবে গড়ে তুলছি। | Non potremo mai sottolineare abbastanza l'importanza di questi cambiamenti nei programmi educativi, perché stiamo crescendo la nuova generazione di giovani ragazze e ragazzi in modo che siano cittadini rispettosi e responsabili, che vivano con gentilezza avendo compassione per gli animali e anche per gli altri esseri umani. |
7 | আমরা আশা করছি এর ফলে বিরাট সাফল্য অর্জিত হবে। | Questa è la svolta in cui stavamo sperando! |
8 | প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য সোসাইটি দ্বারা পরিচালিত একটি খরগোশ পরিচর্যার কর্মশালা | |
9 | ব্রেকফাস্ট নেটওয়ার্কে কওন জিন ইও'র লেখার ফলে, স্কুলে ‘পশু কল্যাণ' বিষয়টি পড়ানোর গুরুত্ব স্বীকৃতি পায়ঃ | |
10 | সিঙ্গাপুরে পশুদের সঙ্গে দুর্ব্যবহার, নিষ্ঠুরতা এবং বিসর্জন এর ভয়ঙ্কর উদাহরণ রয়েছে। | Un workshop sulla cura dei conigli condotto dalla Società per la Prevenzione della Crudeltà verso gli Animali. |
11 | তাঁদের প্রতি আমাদের আরও অধিক সম্মান প্রদর্শন করা প্রয়োজন - এবং তরুণ বয়স হচ্ছে এটি শুরুর সেরা সময়। | |
12 | পাশাপাশি পশুদের প্রতি দয়ালু হবার শিক্ষা আমাদের দায়িত্ব বোধ নির্মাণ করতে সহায়তা করে। | Kwan Jin Yao, che scrive per il quotidiano online Breakfast Network, riconosce l'importanza di insegnare la cura degli animali nelle scuole: |
13 | তরুণ সংবেদনশীল সন্তানেরা আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে যদি সে অন্যদের জন্য উদ্বেগ প্রকাশ করে। | |
14 | সমবেদনা তৈরী করা সম্ভব, যদি তাঁরা শিখে কিভাবে পশুদের সাথে আচরণ এবং সহাবস্থান করতে হয়। এই সংস্কারের ফলে সমাজ কিভাবে উপকৃত হবে ফেসবুকে রেনে সের তা ব্যাখ্যা করেছেন: | Gli orrendi casi di abuso, crudeltà e abbandono di animali a Singapore, sebbene episodici, indicano che dobbiamo avere più rispetto per gli animali, ed è meglio iniziare a farlo da giovani. |
15 | এটি অনেক বড় খবর। একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি, অন্যান্য জীবকে সম্মান করার জন্য আমরা তরুণদের উত্সাহিত করব। | Inoltre, imparare ad essere gentili con gli animali può far nascere un senso di responsabilità, perché i bambini, essendo più impressionabili, sviluppano una maggiore empatia imparando a preoccuparsi per gli altri. |
16 | কারণ পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়। | Si può coltivare la compassione includendola nella propria vita e comportandosi in modo corretto. |
17 | অনেক উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে এই পৃথিবীর বাস্তুসংস্থান গঠিত। | Su Facebook, Rene Ser spiega come questa riforma sarà foriera di benefici per la società: Questa è una notizia grandiosa. |
18 | প্রাণীদের প্রতি ভালবাসার একটি পদক্ষেপ গ্রহণ যেন স্নেহময় পৃথিবীকে ভালবাসারই একটি পদক্ষেপ। বৃহৎ অর্থে, এটি আমাদের সমাজ এবং পৃথিবীর বাস্তুসংস্থানের জন্য নিঃসন্দেহে উপকারী। | Oltre ad aspirare all'eccellenza accademica, incoraggiamo i nostri giovani ad apprendere il rispetto verso le altre forme di vita, perché il mondo non è solamente degli uomini e l'ecosistema è fatto di innumerevoli piante ed animali; fare un passo verso l'amore per gli animali equivale a fare un passo verso l'amore per la Terra. |
19 | আলিসিয়া লিঞ্চ তার মেয়ের সাথে এই শুভ সংবাদটি শেয়ার করেছেনঃ | Considerando la questione in un contesto più ampio, questo porterà indubbiamente benefici alla società e al nostro ecosistema. |
20 | আমার ১২ বছর বয়সী মেয়ে এটা শুনে খুশি হবে। | Alycia Lynch condivide la buona notizia con la figlia: |
21 | শিশুরা যাতে প্রাণীদের সম্মান করা শিখতে শিখতে বড় হয়, সে কারণে ‘পশু কল্যাণ' বিষয়টি প্রত্যেক স্কুলের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত বলে সে আমাকে বলেছে। | Mia figlia di 12 anni sarà felicissima di sentire questa notizia, mi ha detto diverse volte che il Benessere Animale dovrebbe essere incluso in ogni programma scolastico per fare in modo che i bambini crescano rispettando gli animali. |
22 | জিউস ইজকিউট মনে করেন পশু কল্যাণ বিষয়ে বাবা-মা'দেরও শিক্ষিত হওয়া উচিত: | Zeus IsCute pensa che anche i genitori dovrebbero essere educati al benessere degli animali: |
23 | সত্যি বলতে, বাচ্চারা কিভাবে শিখবে আমি তা জানি না, যখন তাঁদের বাবা-মা'র নিজেদেরই শিক্ষার প্রয়োজন। | Onestamente non so come i bambini possano imparare se quelli che hanno bisogno dell'educazione sono i loro genitori. |