# | ben | ita |
---|
1 | বাহরাইন: এক দিনারের প্রতিবাদ | Bahrein: Il dinaro del Primo Ministro |
2 | এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | |
3 | বাহরাইনের বিক্ষোভকারীরা বাহরাইন অর্থনৈতিক সৈকত (বিএফএইচ)-এর বাইরে সমবেত হয়ে এক বাহরাইনি দিনার (২. ৬ মার্কিন ডলার) নোট প্রদর্শন করে সরকার উৎখাতের দাবি জানাচ্ছে। | Il 7 marzo scorso, i dimostranti in Bahrein si sono radunati davanti al complesso del BFH (Bahrain Financial Harbour) sventolando banconote da un dinaro (equivalente a 2,65 dollari) e invocando il rovesciamento del governo. |
4 | বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা এক দিনারের বিনিময়ে বিএফএইচ - এর ভূমি ক্রয়ের ঘটনা প্রধান বিরোধী দল ওয়েফাক সোসাইটির প্রধান শেখ আলি সালমান প্রকাশ করার পর দিনই এ বিক্ষোভ শুরু হয়। | Ad accendere la protesta, la diffusione, da parte del capo del movimento d'opposizione del Wefaq,Shaikh Ali Salman, di un contratto d'acquisto che mostrerebbe come il primo ministro Shaikh Khalifa bin Salman Al Khalifa, abbia comprato il terreno su cui sorge il BFH per un solo dinaro. |
5 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখের ঐতিহাসিক সরকার বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র পার্ল (লুলু) রাউন্ড এবাউট -এর নিকট থেকে মিছিল শুরু হয়। | La rivelazione è avvenuta nel corso di una contestazione in Piazza delle Perle, epicentro delle manifestazioni antigovernative fin dal 14 febbraio 2011. |
6 | আরব বিশ্বের অন্যান্য আন্দোলনের মত বাহরাইনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। দশকের পর দশক ধরে জনগণ যেখানে ভয়ে প্রকম্পিত ছিল এবং দমন-নিপীড়নের শিকার হতো সে জনতাই রাস্তায় নেমে এসে দাবীর প্রতি সোচ্চার হচ্ছে। | I movimenti di protesta con cui oggi in Bahrein si reclamano cambiamenti politici, economici e sociali ad ampio spettro, si collocano sulla scia di simili movimenti in tutto il mondo arabo, dove i popoli si sono affrancati dalla paura e dall'oppressione di decenni e sono scesi in piazza per far sentire la loro voce. |
7 | পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক সাত জন বাহরাইনি নিহত হওয়ার প্রাথমিক বিপর্যয়ের পর প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা শান্তি স্থাপনের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের সাথে জাতীয় আলোচনা শুরু করেছেন। সরকারি সস্ত্রাস অবসানের প্রতিশ্রুতি দিয়ে তিনি তিনি বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানান। | Dopo l'iniziale repressione - sette i cittadini uccisi dalle forze militari e di polizia - ai manifestanti è stato teso un ramoscello d'ulivo con l'apertura di una conferenza per il dialogo nazionale guidata dal principe ereditario Salman bin Hamad Al Khalifa, che si è assunto l'impegno di far cessare le violenze e ha invitato tutte le parti coinvolte a partecipare ai negoziati. |
8 | ইতোমধ্যে মন্ত্রিপরিষদে ছোটখাটো রদবদল করা হয়েছে এবং উচ্চ বেকারত্ব হ্রাসের লক্ষ্যে ২০,০০০ নতুন কর্মসংস্থান সৃজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। | Alla dichiarazione è seguito un modesto reimpasto del governo, con la promessa di 20 mila nuovi posti di lavoro, in un paese che ha un tasso di disoccupazione difficile da stabilire, data la presenza di fonti discordanti tra loro. |
9 | আজ বিএফএইচ-এর বাইরের প্রতিবাদের প্রতিক্রিয়া ছিল নিম্নরূপ: | Di seguito alcune reazioni, direttamente dalle proteste nell'area del BFH: |
10 | @ট্রুথউইটনেস: রাজকীয় পরিবারের প্রাধিকার: #বাহরাইনের প্রধানমন্ত্রী ১ দিনার (২. ৬৫ মার্কিন ডলার) এর বিনিময়ে অর্থনৈতিক সৈকত জেলা কিনেছেন #পরিবর্তন#ফেব্রু ১৪#লুলু http://twitpic.com/46s4gq | @TruthWitness [en, come i link successivi]: Privilegi della famiglia reale: il Primo Ministro del #Bahrain ha acquistato il distretto del Financial Harbour per un dinaro (2,65 dollari) #change #feb14 #lulu http://twitpic.com/46s4gq |
11 | @আনমারেক: প্রধানমন্ত্রী কর্তৃক ১ বাহরাইনি দিনারের বিনিময়ে কেনা অর্থনৈতিক সৈকতের দলিল পড়ছেন#বাহরাইন# ফেব্রু ১৪ http://twitpic.com/474l32 | @anmarek: Un dimostrante legge il documento che prova l'acquisto da parte del Primo Ministro del terreno del BFH, per la somma di un dinaro #bahrain #feb14 http://twitpic.com/474l32 |
12 | @আনমারেক: অর্থনৈতিক সৈকতের কাছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ১ বাহরাইনি দিনারের একটি বড় নোট ধরে আছেন! | @anmarek: Dimostranti davanti al complesso del BHF reggono un cartello con grossa banconota da un dinaro recante l'immagine del Primo Ministro! |
13 | #বাহরাইন#ফেব্রু১৪ http://twitpic.com/474g7y | #bahrain #feb14 http://twitpic.com/474g7y |
14 | @আনমারেক: বিক্ষোভকারীরা ১ বাহরাইনি দিনার নোট উঁচু করে চীৎকার করছেন “অর্থনৈতিক সৈকত ১ বা্হরাইনি দিনার মাত্র!” | @anmarek: Manifestanti mostrano banconote da un dinaro recitando lo slogan “Il Financial Harbour per un solo dinaro!” |
15 | #বাহরাইন#ফেব্রু১৪#লুলু http://twitpic.com/474k3e | #bahrain #feb14 #lulu http://twitpic.com/474k3e |
16 | @মাহমুদ: সমাবেশে যোগদান শেষে ১ বাহরাইনি দিনারের পাশ দিয়ে যাওয়া বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করে। http://t.co/Aqhpklj | @mahmood: Gente che si unisce alla protesta in atto davanti al complesso del BFH. I manifestanti chiedono la deposizione del governo. http://t.co/Aqhpklj |
17 | @মাহমুদ: ১ বাহরাইনি দিনার ১ বাহরাইনি দিনার! http://t.co/FSldC5D | @mahmood: Slogan: per un dinaro! Per un dinaro! http://t.co/FSldC5D |
18 | @আনমারেক:১০০ ফিলের (বাহরাইনি মুদ্রা) ১০ মুদ্রা খলিফা কি ১০ কিস্তিতে ১ বাহরাইনি দিনার পরিশোধ করেছেন? | @anmarek: 10 monete da 100 fils - LOL (che ridere) - ma la somma di un dinaro i Khalifa l'hanno anche pagata in [comode] rate da 100 fils?? |
19 | #বাহরাইন#ফেব্রু১৪ http://twitpic.com/474mds | #bahrain #feb14 http://twitpic.com/474mds |
20 | @রেধাহাজী: :#বাঅসৈ #বাহরাইন#ফেব্রু১৪ এখন আরো অনেক লোক বাহরাইন অর্থনৈতিক সৈকত অভিমুখী। | @RedhaHaji: #BFH #bahrain #feb14 Pare che la gente diretta al BFH sia sempre di più. |
21 | ট্রাফিক পুলিশ সকল যান চলাচল পরিচালনা করছে। | I vigili urbani dirigono il traffico, tutto regolare. http://yfrog.com/gz66ywmj |
22 | সব কিছু শান্ত। http://yfrog.com/gz66ywmj | @Redbelt: Aggiornamento fotografico dal #BFH. |
23 | @রেডবেল্ট: #বাঅসৈ-এর ছবি। ১০ তলা থেকে আমি তাঁদের আওয়াজ শুনতে পাচ্ছি! http://plixi.com/p/82270251 | Dal decimo piano si sentono i cori dei manifestanti! http://plixi.com/p/82270251 |
24 | @রেধাহাজী: লোকজন এখনো #বাঅসৈ-এর দিকে যাচ্ছে #বাহরাইন#ফেব্রু১৪ http://yfrog.com/h4iyvuij | @RedhaHaji: La gente continua ad avanzare verso il #BFH #bahrain #feb14 http://yfrog.com/h4iyvuij |
25 | @আনমারেক: অর্থনৈতিক সৈকতের কাছে বড় তাবু #বাহরাইন#ফেব্রু১৪#লুলু http://twitpic.com/474kji | @anmarek: Tenda piantata davanti al BFH #bahrain #feb14 #lulu http://twitpic.com/474kji |
26 | @ফ্রেডউইলি৪৬০: :#বাহরাইন# সাম্প্রতিক ছবি বিশৃঙ্খলা অসহায় পুলিশ- জনগণ জাতিকে শৃঙ্খলমুক্ত করতে চায়- http://twitpic.com/474n16 | @fredwillie460: #bahrain ultime immagini dal #BFH, traffico scarso e poliziotti - queste poche persone tengono in ostaggio il Paese - http://twitpic.com/474n16 |
27 | @ফ্রেডউইলি৪৬০: :#বাহরাইন#বাঅসৈ আনুমানিক বিকেল ৪ টায় তোলা ছবি। ছোট ছোট তাবুগুলো আর নেই কিন্তু জনগণ পার্ল রাউন্ডএবাউটে বিকেল উপভোগ করছে http://twitpic.com/474fu5 | @fredwillie460: #bahrain #bfh foto scattata intorno alle quattro del pomeriggio, non più tende ma gente che arriva da Piazza delle Perle per godersi il pomeriggio http://twitpic.com/474fu5 |
28 | @ফ্রেডউইলি৪৬০: http://twitpic.com/473y3o - # বাহরাইন#বাঅসৈ দুপুর ৩ টার ছবি তুলনা করার জন্য | @fredwillie460: http://twitpic.com/473y3o - #BAHRAIN confronto con il #BFH alle tre di pomeriggio |
29 | @চানাডিবিএইচ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ১ বাহরাইনি দিনারের বিনিময়ে বাহরাইন অর্থনৈতিক সৈকতের অপপ্রচার নিছক হাস্যকর প্রলাপ : http://plixi.com/p/81992756 (গতকালের) # বাহরাইন#ফেব্রু ১৪ | @chanadbh: La storia dello scandalo “Un solo dinaro per il BFH” è diventata proprio un meme esilarante: http://plixi.com/p/81992756 (from yest) #bahrain #feb14 |
30 | @চানাডিবিএইচ: ১ বাহরাইনি দিনারের গল্প প্রধান বিষয় নয়। | @chanadbh: Non è la storia del dinaro il vero problema. |
31 | আসল প্রশ্ন হলো কেন ক্ষমতাসীন আমলারা এই বিপুল পরিমান বানিজ্যিক সম্পদ ক্রয়ের অনুমতি দিলেন? | Il punto è: perché si permette a un rappresentante del governo in carica di acquistare una proprietà come quella? |
32 | @মুনাফাখরু: তো.. এসবের মূল বিষয়টি কি? | @MunaFakhroo: Qual è lo scopo di tutto questo? |
33 | #বাহরাইন | #bahrain |
34 | @আলমালুদ: প্রিয় বিক্ষোভকারী গণ ক্যাম্প করার জন্য বড় পরিসরে জায়গা বেছে নেবেন। | @Almalood: Cari manifestanti, per favore, cercate un posto più grande da occupare e per piantarci le tende. |
35 | চাকুরি হারিয়ে অচিরেই আমরা আমাদের সাথে যোগ দিচ্ছি #বাহরাইন #লুলু #ফাতেহ #ফেব্রু১৪ | Presto saremo anche noi dei vostri, dato che saremo tutti disoccupati #Bahrain #Lulu #Fateh #Feb 14 |
36 | @ইয়াসমিনঅফবাহরাইন: : ১ বাহরাইনি দিনারের গল্পের জন্য আমি গরুগুলোকে দোষ দেই না। আমি দোষারোপ করি আলি সালমানকে যে এই মিথ্যা বিষয়টি মূর্খ জনতার সামনে এনেছেন। | @yasminofbahrain: Non dò la colpa al gregge che deride il Primo Ministro per la storia del dinaro, ma ad Ali Salman che ha diffuso notizie false a una massa di stupidi #bahrain |
37 | #বাহরাইন @ইয়াসমিনঅফবাহরাইন: ১ বাহরাইনি দিনারের গল্পের রসিকতায় টুইটারে সব জনগণ মেতে উঠেছে, অপেক্ষা করুন। | @yasminofbahrain: A tutti gli utenti di Twitter che scherzano sulla questione del dinaro, attenzione. |
38 | আপনাদের অভিযোগ মিথ্যা এবং এ জন্য আপনাদের অনুতপ্ত হতে হবে। | Le vostre accuse sono false, ve ne pentirete. |
39 | #বাহরাইন | #bahrain |
40 | ১৯৭১ সালে নিযুক্ত বাহরাইনের প্রধানমন্ত্রীর বিষয়ে ইতোমধ্যে আজ সরকারি বাহরাইন সংবাদ সংস্থা প্রসংশাসূচক অর্জন তুলে ধরে একটি নিবন্ধ উপস্থাপন করে। | Nel frattempo, l'agenzia governativa Bahrain News Agency riporta un articolo che elogia quanto fatto dal Primo Ministro per il Bahrein, fin dalla sua nomina nel 1971. |
41 | এতে বলা হয়: | E aggiunge: |
42 | বাহরাইন অর্থনৈতিক সৈকত প্রসঙ্গে মুখপাত্র বলেন যে মন্ত্রিসভার কমিটি ও সরকারি সম্পত্তির বিষয়ে গঠিত সংসদীয় নিরীক্ষা কমিটি যৌথভাবে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। | Quanto al Bahrain Financial Harbour, il portavoce del Primo Ministro con delega ai rapporti con i media ha dichiarato che il caso è stato posto all'attenzione di una commissione ministeriale e del comitato parlamentare per il controllo sulle proprietà dello Stato. |
43 | তিনি বলেন “মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের আলোকে বৈধ প্রক্রিয়া অবলম্বন করে লেন-দেন সম্পন্ন হয়েছে।” | |
44 | মুখপাত্র আরো বলেন, “এ বৈধ প্রক্রিয়ার বিরদ্ধে সংক্ষুব্ধ যে কোন পক্ষ আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন।” এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ এর বিশেষ প্রতিবেদনের অংশ। | “L'operazione si è conclusa con il tramite del comitato per i prezzi, secondo le modalità previste dalla legge”, ha poi affermato il portavoce, aggiungendo: “I partiti che dubitano della legalità delle procedure potranno ricorrere in giudizio se ritengono che sia stata infranta la legge”. |