Sentence alignment for gv-ben-20131111-39900.xml (html) - gv-ita-20131114-87584.xml (html)

#benita
1মদ আর মাদকের মতো অনলাইন গেইমকেও নিয়ন্ত্রণ করতে চায় দক্ষিণ কোরিয়া
2মদ, মাদক আর জুয়াখেলা। সবই কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আছে।Corea del sud: proposta di legge per regolare i videogiochi considerati come alcol e droghe
3দক্ষিণ কোরিয়া সরকার এই নিয়ন্ত্রণের তালিকায় আরো একটি বিষয় যোগ করতে চায়।
4সেটা হলো অনলাইন গেমিং।Droghe, alcol e gioco d'azzardo.
5এক মাস আগে দক্ষিণ কোরিয়ার সাংসদরা সংসদে একটি বিলের প্রস্তাব করেছেন, যার মাধ্যমে মদ আর মাদকের মতো অনলাইন গেইমও নিয়ন্ত্রণ করা যাবে।
6স্থানীয় একটি সংবাদপত্রে প্রতিবেদন বেরিয়েছে, গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় আসক্তির চারটি উপাদানের একটি হিসেবে অনলাইন গেইমের ওপর বিধিনিষেধ আরোপে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
7এ ধরনের নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাবকে নেট ব্যবহারকারীরা সমালোচনা করেছেন।
8অন্য দিকে গেইম শিল্পের সাথে জড়িতরা মাদক এবং জুয়া খেলার সাথে গেইমকে তুলনা করায় হতবাক হয়ে গেছেন।
9কোরিয়ার ইন্টারনেট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের মূল পাতার ছবি এটা।
10এখানে লেখা আছে “কোরিয়ার গেইম শিল্পের প্রতি সমবেদনা”।Con quelli già sotto stretto controllo, il governo sudcoreano vuole aggiungere un quarto vizio alla lista: i videogiochi online.
11সরকারের এই সিদ্ধান্ত কোরিয়ান গেইম শিল্প ধ্বংস হবে।All'inizio di ottobre, i legislatori della Corea del Sud hanno proposto un disegno di legge [en] molto simile a quelli elaborati per droghe e alcol.
12ছবি ফেয়ার ইউজের আওতায় ব্যবহার করা হয়েছে। কোরিয়ার ইন্টারনেট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে একটি অনলাইন পিটিশন দাখিল করেছে।Come riportato dai giornali locali, il Ministero della Salute e del Welfare ha fatto un ulteriore passo [ko, come tutti il link seguenti salvo diversa indicazione] verso tale misura, definendo il gioco online come uno dei quattro principali elementi che creano dipendenza e necessita di controllo a livello statale.
13সেখানে তারা যুক্তি দিয়েছে, সরকারের এই সিদ্ধান্ত কোরিয়ার গেইম শিল্পের মৃত্যু ডেকে আনবে।
14এই শিল্প দেশের কনটেন্ট মার্কেটের ৬০% যোগান দিয়ে থাকে। পিটিশন পোস্ট করার কয়েকদিনের মধ্যে ৫৫,০০০ মানুষ এতে অংশ নেন।I netizen sono esplosi in aperte derisioni e critiche, e la legge proposta, com'era prevedibile, ha scatenato una dura reazione negativa da parte dei membri dell'industria videoludica, furiosi di essere considerati alla stregua degli ambienti relativi agli stupefacenti e al gioco d'azzardo.
15কোরিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিলটির সমালোচনা করে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন।Nuova pagina principale dell'Associazione coreana per internet e l'intrattenimento digitale, in cui leggiamo: “Condoglianze all'industria videoludica della Repubblica di Corea”, intendendo che la decisione del governo poterà alla morte l'industria videoludica coreana. Immagine fair use.
16কিছু ব্যবহারকারী বলেন, তারা অসুস্থতার দোহাই দিয়ে এটার অপব্যবহার করবেন। গেইম আসক্তিকে অসুখ হিসেবে বিবেচনা করার খবরকে স্বাগত জানাই!L'Associazione coreana per l'Intrattenimento Digitale via Internet [en] ha postato una petizione online sul proprio sito, sostenendo che la proposta governativa segnerà la fine dell'industria videoludica coreana, che costituisce il 60% di tutto il mercato dei contenuti multimediali della nazione.
17আমি অবশ্যই গেইম আসক্তিতে ভোগার বিষয়ে কোম্পানির হাসপাতালে পরীক্ষা করে দেখবো।
18গেইম আসক্তি একবার অসুখ হিসেবে স্বীকৃতি পেলে এটার জন্য আমি অসুস্থতার ছুটি পাবো।
19এমনকি পঙ্গুত্ব হিসেবে বিবেচনা করলেও!In pochi giorni, ha raccolto più di 55.000 firme.
20এমনকি ডিসকাউন্ট পাবার জন্য প্রথম শ্রেণির পঙ্গু ব্যক্তি হিসেবে আমি আমার গাড়িতে স্টিকারও লাগাতে পারি।I social media coreani sono stati inondati da commenti sarcastici e beffardi nei confronti del progetto di legge, e alcuni utenti hanno detto che approfitterebbero volentieri di questo provvedimento, prendendo dei congedi per malattia:
21গেইমের জন্য আমি সবই করতে পারি!Approvo questa novità di annoverare il gioco tra le malattie.
22সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের গেইম শিল্প এবং ব্যবহারকারীদের আচার-আচরণ বুঝতে না পারার বিষয় উঠে এসেছে কারো কারো মন্তব্যে:
23“ভার্চুয়াল বাস্তবতা” বুঝতে কষ্ট করতে হয় বলে কি তারা অনলাইন গেইম ইস্যুটাকে অনেক বড়ো করে দেখছেন!
24মানুষজন কোনো কিছু বুঝতে না পারলে তা নিয়ে অহেতুক ভয় পায়।All'ospedale della mia azienda mi verrà diagnosticata di sicuro una dipendenza dai giochi.
25আমি মনে করি, গেইম শিল্প কীভাবে উন্নয়ন করবে, তা নিয়ে কারোই কোনো ধারণা নেই।Una volta che l'assuefazione al gioco verrà riconosciuta come malattia, allora avrei diritto al congedo, e verrei addirittura considerato disabile!
26কয়েকবছর আগে কর্তৃপক্ষ গেইম আসক্তি নিয়ে কিছু তথ্য পরিবেশন করেছিল।Potrei persino mettere il contrassegno per portatori di handicap nella mia macchina e usufruire degli sconti. Per il gioco varrebbe la pena!
27কিন্তু পরে দেখা গেছে, তারা যাকে গেইম আসক্তি মনে করছেন, তা আসলে অনলাইন আসক্তি'র তথ্য।Alcune reazioni hanno espresso forti preoccupazioni riguardo la mancanza di comprensione, da parte del governo e dei legislatori, in materia di gioco e di comportamento degli utenti:
28অনলাইন গেইম আসক্তি'র নিয়ে এই তথ্যগুলোর ব্যবহার মোটেও ঠিক হচ্ছে না।
29তাছাড়া এই গবেষণাটাও ছিল ভিত্তিহীন। বর্তমানে তারা কোনো তথ্যই দিচ্ছে না।Il motivo per cui il problema dell'assuefazione ai giochi viene ingigantito, è che molti hanno difficoltà a comprendere il concetto di “realtà virtuale”.
30অন্ধভাবে দাবি করছে, অনলাইন গেইম আসক্তি ছড়াচ্ছে।Le persone tendono a sviluppare un timore irrazionale verso ciò che non capiscono.
31এভাবে গেইম আসক্তি নিয়ে যৌক্তিক বিতর্ক বেশি দিন চলতে পারে না।In realtà, penso che nessuno abbia le idee chiare su come si svilupperà l'industria del videogioco.
32এর আগে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া এবং পর্যটন মন্ত্রণালয় বন্ধ কর্মসূচী হাতে নেয়, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল।
33ওই কর্মসূচীতে বলা হয়েছিল, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হবে যখন ১৬ এবং এর কম বয়সী তরুণরা অনলাইনে গেইম খেলার অনুমতি পাবে।
34এটা ছিল একটি অজনপ্রিয় আমলাতান্ত্রিক সিদ্ধান্ত। তবে নেট ব্যবহারকারীরা এটি না জানালে কার্যকর হতো না:Diversi anni fa, le autorità hanno presentato alcune statistiche relative alla dipendenza dal gioco che, successivamente, si sono rivelate informazioni sulla dipendenza da internet.
35বন্ধ কর্মসূচী সমর্থনকারীদের পক্ষে এই সাধারণ বিষয়গুলো ছিল: ১.L'insieme dei dati raccolti non era valido come prova della dipendenza dai giochi online.
36বন্ধ আইন নিয়ে তাদের বিস্তারিত বোঝাপড়া নেই।Quello studio, inoltre, si ritiene privo di fondamento.
37২. শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে তাদের ধারণা নেই।Adesso, non provano neanche a fornire dei dati e sostengono ingiustificatamente che giocare dà dipendenza.
38৩. গেইম আসক্তি'র প্রকৃত কারণ তা বুঝতে পারেন না।I problemi relativi all'assuefazione al gioco non sono più un argomento per un dibattito razionale.
39৪. গেইম শিল্পের কাঠামো সম্পর্কে তারা কিছই জানেন না। (যদিও তারা শুনেছেন, গেইম কোম্পানিগুলো বিপুল টাকা কামায়।Gli ultimi sviluppi sono in linea con la polemica precedente sul sistema di spegnimento forzato [en, come tutti i link seguenti salvo diversa indicazione] applicato dal Ministero coreano della Cultura, Sport e Turismo, che stabilisce un lasso di tempo determinato durante il quale i minori di 16 anni possono giocare online: un altro caso di una decisione burocratica vergognosa, criticata dagli utenti della rete in quanto immotivata e inefficace:
40এজন্য তারা এটাকে অনেক বড় কর্পোরেশনের মতো মনে করেন।) সচেতন বা অসচেতনভাবে কর্তৃপক্ষ আসল চিত্র বুঝতে অক্ষম বলে অনেক নেট ব্যবহারকারী মনে করেন:Coloro che sono favorevoli all'arresto dei server hanno 4 cose in comune: 1) Non conoscono davvero i dettagli del provvedimento; 2) Non conoscono i diritti degli studenti; 3) Non comprendono le cause reali della dipendenza dal gioco; 4) Non sanno com'è strutturata l'industria dei videogiochi.
41@idgmatrix: গেইমকে আসক্তি ভাববার কারণ নেই।(Dal momento che hanno sentito dire che le società videoludiche fanno parecchi soldi, suppongono che siano simili a delle multinazionali).
42আমরা তো দেখতেই পাচ্ছি অবসর আর বিনোদনের সময় আমাদের খুব কম।Molti netizen hanno sottolineato che le autorità non sono state in grado di vedere il quadro generale della situazione, intenzionalmente o meno:
43লক্ষণকে সমস্যা ভেবে দ্বিধা করা ঠিক নয়।@idgmatrix: La dipendenza dal gioco non esiste.
44জাতি হিসেবে আমাদের বার্ষিক কর্ম ঘণ্টা বিশ্বের মধ্যে সবচে' উপরে […]Quello a cui stiamo assistendo è una grave mancanza di tempo libero e di ore di svago.
45আমাদের তরুণ প্রজন্মের অনলাইন গেইম আসক্তি নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই।
46তাদের অনেক আবেগী ইস্যু রয়েছে।Non confondiamo le cause con i sintomi.
47তারা ১২ বছর ধরে বাজে শিক্ষা কাঠামোর ভিতরে থাকে। এটা তাদের বোঝা উচিত।Le giornate lavorative annuali della nostra nazione si classificano tra le più lunghe al mondo […]
48এজন্যই তারা গেইমের মাধ্যমে বাস্তবতা থেকে মুক্তি খোঁজে। @kinophio: গেইম আসক্তির বিতর্কে তিনটি স্তর রয়েছে: রাজনৈতিক দলগুলো বাবা-মা'র কাছ থেকে সমর্থন পেতে চাইছেন।A dire il vero, il fatto che i nostri giovani siano dipendenti dai giochi online non è una sorpresa, dati i tanti problemi emotivi che hanno; è comprensibile che, dopo aver sofferto per 12 anni a causa di un sistema educativo del ca**o, vogliano fuggire dalla realtà (attraverso il gioco)
49বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের স্ট্যাটাস এবং অর্থের উত্স নিরাপদ রাখতে চাইছেন। এবং বাবা-মা যারা সত্যি সত্যি গেইমকে ঘৃণা করেন।@kinophio: Esistono almeno tre categorie (tra i gruppi d'interesse) coinvolte nel dibattito relativo alla dipendenza dal gioco: gruppi politici alla disperata ricerca dell'appoggio dei genitori, dipartimenti statali e organizzazioni private, che vogliono difendere il proprio status e la fonte dei loro guadagni e, infine, genitori che odiano davvero il gioco.