Sentence alignment for gv-ben-20110630-18431.xml (html) - gv-ita-20110622-41536.xml (html)

#benita
1ভেনেজুয়েলা: ধূমপান নিষেধের পক্ষে-বিপক্ষে যুক্তিVenezuela: legge anti-fumo, le ragioni di favorevoli e contrari
2এখন আর এটা কোন গোপনীয় বিষয় নয় যে ধূমপায়ী-অধূমপায়ীরা স্বাস্থ্য, বাতাস এবং পছন্দের স্বাধীনতার বিষয়ে যুক্তি-তর্ক করে।E' noto a tutti come fumatori e non fumatori dibattano incessantemente su temi che riguardano la salute, la pulizia dell'aria e la libertà di scelta.
3ভেনিজুয়েলা সরকারের নতুন তামাক বিরোধী আইনের বিষয়ে অনেকেই তাঁদের মত প্রকাশ, প্রতিবাদ এবং বিতর্কের জন্য বিভিন্ন ধরণের সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করছেন। আইনটি ফেব্রুয়ারি মাসে বাতিল করা হয়।Ora, però, sono in molti ad aver scelto i più disparati canali offerti dai citizen media per commentare, protestare e discutere le ragioni che hanno spinto il Governo del Venezuela a introdurre una nuova legge anti-tabacco, già abrogata a febbraio.
4যারা পরোক্ষ ধূমপানের ক্ষতির দিকটি বিবেচনা করেন তাঁদের জন্য আইনটি একটি জরুরি বিষয় ছিল।La legge viene vista come un passo necessario da coloro che riconoscono i rischi del fumo passivo.
5পক্ষান্তরে অন্যরা বিষয়টিকে দমনের নতুন কৌশল বলে মনে করেন এবং তাঁরা অন্যান্য সুবিধা দাবি করেন এবং বলেন অনেক জরুরি বিষয়কে অবহেলা করা হয়েছে।Gli altri, invece, la considerano una nuova forma di repressione e sostengono che altre priorità e questioni urgenti sono state ignorate dal Governo. Immagine ripresa da Huseyin Emre Tazegul, copyright Demotix (15/07/09).
6হোরাসিও তাঁর ব্লগ সিন গ্যাসোলিনা [স্প্যানিশ ভাষায়]-তে ১০০% ধূমপানমুক্ত পরিবেশের জন্য যুক্তিসঙ্গত কারন রয়েছে। সেগুলো হল:Nel suo blog Sin Gasolina [es, come gli altri link, tranne ove diversamente indicato], Horacio afferma che ci sono ragioni valide per [appoggiare questa legge e] far sì che gli ambienti siano puliti al 100%:
7* হার্ট অ্যাটাক, কার্ডিওভাসকুলার অসুখ, ফুসফুসের ক্যানসার এবং হাঁপানি রোগের ঝুঁকি হ্রাস করে।* Ridurre il rischio di arresto cardiaco, malattie cardiovascolari, cancro ai polmoni e asma;
8* সিগারেট বিক্রি ৩০% হ্রাস করে এবং জনগণকে ধূমপানে নিরুৎসাহিত করে।* Ridurre del 30% il consumo delle sigarette e incoraggiare le persone a smettere di fumare;
9* কর্মজীবী মানুষের জন্য কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের নিশ্চয়তা বিধান করে।* Garantire il diritto dei lavoratori ad avere un ambiente di lavoro salutare;
10* বাস্তবায়ন সহজ এবং সাশ্রয়ী।* Sono facili da implementare e costano poco.
11এ প্রেক্ষাপটে নাকি[স্প্যানিশ ভাষায়] জোরালোভাবে আইনের বিরোধীতা করে বলেন যে, আইনটি ব্যক্তির স্বাতন্ত্র্য ইচ্ছার উপর হস্তক্ষেপ করার উপায়:Tra i contrari troviamo Naky, che si oppone alla legge e arriva a descriverla come un mezzo usato per limitare e influenzare la volontà dell'individuo:
12কিভাবে আপনি এ আইনের পক্ষে থাকবেন বলে মনে করেন?Come si può essere favorevoli a una legge che pensa al posto tuo?
13আগে এ আইনটি ছিল সহিংস খেলা ও ভিডিও গেম বন্ধ করার জন্য। কারন হিসেবে মনে করা হত শিশুরা “গেরিলা কমিউনিকেশন”-এ দক্ষ হয়ে উঠতে পারে এবং তরুণেরা মিলিশিয়া হিসেবে গড়ে উঠতে পারে যা তাঁদের জন্য ক্ষতিকর।Prima c'era la legge che vietava giochi e videogiochi violenti, considerati più pericolosi dei periodi di formazione per bambini nelle “guerilla communications” o dei giovani che si arruolano nella milizia.
14এরপর নারকো-নভেলাস [নোট: মাদক যুদ্ধ নিয়ে লাতিন আমেরিকার সোপ অপেরা ] প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।Poi c'è stata un'altra legge che vietava la trasmissione delle narco-novelas (telenovelas ambientate nel mondo dei narcotrafficanti).
15এখন ধূমপান নিষিদ্ধের বিষয় যুক্ত হয়েছে,যা অস্ত্র বিরতিকরণ আইনের আগেই পাশ হয়েছে, যদিও ২০০৯ সালে অস্ত্রের কারণে ১৯,০০০ জনের প্রাণহানী ঘটে।Adesso c'è il divieto del fumo, legge passata prima di quella sul disarmo, nonostante nel solo 2009 le armi abbiano provocato almeno 19.000 morti violente.
16অন্যদিকে জেসাসের আলাদা মত রয়েছে [স্প্যানিশ ভাষায়] :Jesús esprime un'opinione diversa:
17আমি এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল যে আমাদের প্রত্যেকের নিজের সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে (সিদ্ধান্তগুলোর ফলাফল ভোগেরও অধিকার রয়েছে) একইভাবে আমাদের জন্য যা ভাল তা পছন্দের অধিকারও আমাদের আছে, যারা খারাপ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাঁদেরকে আমাদের প্রতিহত করা উচিত নয়।
18ধরে নেওয়া যাক কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং রাষ্ট্র বা আইনের সাহায্য প্রয়োজন- এমন সব লোকজনের প্রতি কি ধরণের আচরণ করা দরকার কিংবা তাঁরা কেমন ব্যবহার আশা করে - সেটি যদি রাষ্ট্র বা অন্য কেউ নির্ধারণ করে দেয় তবে তা হবে এ সকল লোকদের জন্য অবমাননাকর।Sono consapevole del fatto che tutti noi abbiamo il diritto di prendere le nostre decisioni (e di subirne poi le conseguenze). Così come siamo in grado di scegliere cosa è buono per noi, non dovremmo limitare coloro che prendono cattive decisioni.
19কেননা, এরা নিজেদের মুক্ত ও স্বাধীন মানুষ বলে মনে করে। (এ ক্ষেত্রে তাঁদের অধিকার সংরক্ষণ না করার আইনের বিষয়টিও বিবেচনা করতে হবে) দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে ভিক্ষুক বিহীন কোন সমাজ থাকতে পারেনা, শিশুদের প্রতি যেমন আচরণ করা হয়, তেমন আচরণও অনেকের সঙ্গে করা হয় এবং সমাজে স্বেচ্ছাচারী আইনও প্রণয়ন করা হয়।Trattare le persone come se avessero dei limiti intellettivi e come se avessero sempre bisogno dell'aiuto eterno dello Stato o di entità esteriori che dicano loro cosa fare e cosa no (senza difendere il loro diritto a denunciare o ad essere d'accordo con la legislazione delle cosiddette norme) è offensivo per coloro che credono nella propria libertà.
20পাপ মানেই অপরাধ নয়। গ্রুপ ব্লগ প্যানফ্লেটো নেগ্রো [স্প্যানিশ ভাষায়]- তে ব্লগার <<লেনগুয়েনিপল>> রাষ্ট্রীয় অধিকারে নাগরিকদের আচরণের নির্দেশের প্রতি আলোকপাত করেছেন:Mi dispiace dirlo, ma una società libera non è costruita su gruppi di mendicanti, non tratta la gente come bambini, né fa passare leggi arbitrarie.
21রেজিস্ট্রি অফিস, নোটারি অফিস, টাউনহলসহ মন্ত্রণালয় বা যে কোন অধীন দপ্তরে ধূমপান নিষিদ্ধ করার ক্ষমতাও আইনগত অধিকার - দুটোই রাষ্ট্রের আছে ।Un vizio non è un crimine. Il blogger «lenguaeniple» usa il blog collettivo Panfleto Negro per riflettere sul diritto che ha lo Stato di dettare legge sul comportamento dei suoi cittadini:
22তবে বস্তুতঃ পক্ষে এর বাস্তবিক বিচ্যুতি হচ্ছে এই যে- এই রাষ্ট্রই আবার সিদ্ধান্ত নিতে পারে যে আপনি আপনার নিজস্ব চৌহদ্দীর মধ্যেও ধূমপান করতে পারবেন না ।Lo Stato ha il potere e l'autorità legale di proibire alla gente di fumare nelle anagrafi, uffici notarili, del comune, ministeri e/o qualsiasi altro ufficio dipendente dalla sua proprietà.
23টুইটারের মন্তব্যগুলো ভিন্ন অভিমত প্রকাশ করে। কম কথায় তাঁরা অনেক অভিযোগ করেন, এবং তাঁরা প্রত্যেকেরই বিষয়টি নিয়ে বিশ্বাস রয়েছে।Il vero scandalo è il fatto che questo stesso Stato può decidere che non ti è permesso fumare nel tuo ufficio.
24অনেকে আবার আইনের পক্ষে। রবার্ট এম (@রবার্ট৭৭৭২), আদ্রিয়ান (@আদ্রিয়ানআরজেড) এবং সাবরিনা বারনি (@সাবরিনা _বারনি) বলেন:I commenti su Twitter riportano diversi punti di vista: lamentele ma soprattutto scetticismo riguardo la capacità di molte persone di rispettare o meno la legge.
25আমরা আশা করি ধূমপান বিষয়ক নিষেধাজ্ঞা টিকে থাকবে।Robert M (@robert7772), Adrian (@AdriianRz) e Sabrina Baroni (@Sabrina_Baroni) sostengono:
26ভেনেজুয়েলাতে আইন খুব কমই প্রতিষ্ঠিত হয়।Speriamo che il divieto di fumo sia realmente applicato, perché qui in Venezuela le leggi lo sono raramente.
27এ দেশে (ভেনেজুয়েলাতে) কোন আইনই টিকে থাকে না,আপনি কি করে ভাবেন যে ধূমপান বিষয়ক নিষেধাজ্ঞা এর ব্যতিক্রম হবে?In questo Paese (Venezuela) nessuna legge viene applicata. Cosa ti fa credere che la “Legge antitabacco” farà eccezione?
28[শ্যাভেজ] এ প্রচারণায় সক্রিয় যদিও এখনো প্রত্যেকেই ধূমপান নিষিদ্ধের প্রতি রুষ্ট।Mentre [Chávez] lotta per la sua campagna, tutti sono indignati dal divieto di fumo.
29কখনো কখনো আমি ভাবি ভেনেজুয়েলা তার সঠিক রাষ্ট্রপতিকেই পেয়েছে…A volte penso che il Venezuela si meriti il presidente che ha…