# | ben | ita |
---|
1 | চীন : জাপান-বিরোধী বিক্ষোভে মাওবাদীদের প্রত্যাবর্তনে উদ্বেগ | Cina: controversie per i maoisti nelle proteste anti-giapponesi |
2 | চীনে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ১৫-১৮ তারিখের মধ্যে ঘটে যায় ধারাবাহিকভাবে জাপান-বিরোধী বিক্ষোভগুলোতে মাওবাদীদের সরব উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। বিক্ষুব্ধ জনতার মধ্যে দাঁড়িয়ে মাওবাদীরা জাতির পিতার স্তুতি মূলক স্মৃতি জাগানিয়া স্লোগান দিচ্ছিল, এই সময় তাদের হাতে ছিল সভাপতি মাও এর প্রতিকৃতি। | Attivisti di tendenze maoiste sono stati al centro dell'attenzione durante le proteste anti-giapponesi [en] scoppiate in Cina tra il 15 e il 18 settembre 2012, durante le quali ritratti raffiguranti il Presidente Mao e slogan nostalgici inneggianti il Padre Fondatore sono stati gli elementi hanno catalizzato la folla di manifestanti. |
3 | চীনের রাজনৈতিক পটভূমিতে মাওবাদীদের প্রত্যাবর্তন অনেক বুদ্ধিজীবীর মনে সাংস্কৃতিক বিপ্লব এর মতো একের পর এক রাজনৈতিক কর্মসূচি ও মামলার ঐতিহাসিক তিক্ত স্মৃতিকে ফিরিয়ে এনেছে। | Per molti intellettuali il ritorno del maoismo nella scena politica cinese rimanda ad tristi memorie caratterizzate da aspre campagne politiche e dalle persecuzioni come quelle scaturite durante la Rivoluzione Culturale [it], che ha avuto un forte impatto nella storia cinese. |
4 | যার কারণে ১৮ তারিখের বিক্ষোভে মাওবাদী অধ্যাপক হান ডেকিয়াং কর্তৃক আশি বছর বয়স্ক এক বৃদ্ধের প্রহৃত হবার ঘটনাটি চীনের ক্ষুদ্র ব্লগগুলোতে বিগত কিছুদিন ধরে বিশেষ মনোযোগ পাচ্ছে। | Questo può spiegare il motivo per cui un episodio, in cui un anziano di 80 anni che è stato picchiato da un professore con aperte simpatie maoiste, Han Deqiang durante un raduno a Beijing il 18 settmbre, ha catturato l'interesse delle piattaforme di micro-blog cinesi. |
5 | জাপান-বিরোধী বিক্ষোভে মাওবাদী বামপন্থীরা | Il ruolo della sinistra maoista nelle manifestazioni anti-giapponesi |
6 | লাও য়ে তার ক্ষুদ্র ব্লগে জাপান-বিরোধী মিছিলে মাওবাদীদের প্রত্যাবর্তন বিষয়ে নিজের পর্যবেক্ষণ ব্যক্ত [চাইনিজ ভাষায়] করেছেন: | Lao Ye ha condiviso [zh] i suoi punti di vista nel suo micro-blog relativi al ritorno dei Maoisti durante le manifestazioni anti-giapponesi a Beijing: |
7 | জাপান-বিরোধী মিছিলে লাল ব্যানার এবং সভাপতি মাও এর ছবি নিয়ে মাওবাদী বিক্ষোভকারীরা। | Manifestanti Maoisti durante la manifestatione anti-giapponese con bandiere e immagini raffiguranti il Presidente Mao. |
8 | ছবি: লাঅ য়ে ওয়েইব | Foto concesse da Lao Ye da Weibo. |
9 | [“জাওপিংএর পক্ষ থেকেসভাপতি মাওএর প্রতি স্বাগতম: মানুষ সত্যই তোমার অভাব অনুভব করে”] সেপ্টেম্বরের ১৮ তারিখের বিক্ষোভে বেইজিং এর ছাত্র ও সাধারণ বিক্ষোভকারীদের অনেকেই মাও এর চিত্র ও ব্যানার বহন করছিলো । | [Da “Xiaoping [it] Nihao al “Presidente Mao [it], popolo soffre per la tua mancanza”] Il 18 Settembre, tra gli studenti di Beijing e i dimostranti, era presente un discreto numero di manifestanti con striscioni e bandiere raffiguranti Mao. |
10 | উল্লেখ্য, যে স্লোগানটি সবচেয়ে বেশি ব্যানারে দেখা গেছে তা হলো- সভাপতি মাও, মানুষ সত্যই তোমার অভাব অনুভব করে। | Uno degli striscioni più diffusi recitava “Presidente Mao, Il popolo sente la tua mancanza”. |
11 | যদি আমরা ১৯৮৪ সালে ফিরে যায় দেখব- ছাত্ররা ‘স্বাগতম জাওপিং' লেখা ব্যানার বহন করত, সেই ব্যানারই পরবর্তীকালে চীনের নতুন যুগ [অর্থনৈতিক সংস্কার] এর সূত্রপাতে ঐতিহাসিক ভূমিকা পালন করে।। | Come nel 1984 gli studenti portavano “Xiaping Nihao”. Lo stendardo diventato un simbolo di una nuova era [di riforma economica]. |
12 | আজ আমরা কোন মানুষকে হাতে দ্যাং এর ছবি বা মুখে স্লোগান বহন করতে দেখি না। | Oggi nessuno si sognerebbe di andare in giro con immagini raffiguranti Deng o di intonare gli slogan dell'epoca. |
13 | এই ধরনের পরিবর্তনের বিশেষ কিছু প্রভাব রয়েছে।। | Un tale cambiamento ha avuto delle implicazioni. |
14 | কোন পূর্বাভাস ছাড়াই বেইজিং এর সমাবেশে এক নাটকীয় ঘটনার উদ্ভব হয়- যখন মাওবাদীরা ‘সভাপতি মাও, মানুষ সত্যই তোমার অভাব অনুভব করে' বলে চিৎকার করছিল, তখন আশি বছর বয়স্ক এক বৃদ্ধ জাপান-বিরোধী বিক্ষোভকারী তাদের বিদ্রূপ করে বলতে থাকে: ‘আমার পশ্চাৎদেশকে মনে পড়ে।' | Tra l'altro, un evento drammatico verificatosi durante la manifestazione a Beijing ha catturato l'attenzione dei media. Mentre i manifestanti maoisti intonavano slogan come “Presidente Mao, il popolo soffre per la tua mancanza”, un manifestante ottantenne ha indirizzato epiteti ingiuriosi verso Il presidente Mao. |
15 | একজন বিক্ষোভকারী তাকে প্রহার করে এবং তাকে ‘বিশ্বাসঘাতক' হিসেবে আখ্যায়িত করে। | Uno degli altri manifestanti lo ha aggredito, chiamandolo “traditore”. |
16 | পরে একজন ব্লগার প্রহারকারীপরিচয় [চাইনিজ ভাষায়] নিশ্চিত করেন হান ডেকিয়াং, যিনি একজন প্রখ্যাত জাতীয়তাবাদী এবং মাওবাদী ওয়েবসাইট “উটোপিয়া“‘র প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বেইজিং বেইহাং বিশ্ববিদ্যালয় এর একজন শিক্ষক। | Un blogger successivamente ha identificato [zh] l'assalitore nella persona di Han Deqiang [en], un famigerato nazionalista cinese e fondatore del sito web “Utopia“, che insegna alla Beihangin University a Beijing [zh]. |
17 | এই ঘটনার পর হান একটি আক্রমণাত্মক বিবৃতি [zh] লিখে বিভিন্ন ব্লগ ও মহলে ব্যাপক প্রচার শুরু করেন: | Successivamente, un comunicato dai toni accesi [zh], scritto da Han è circolato rapidamente in molti blog e forum: |
18 | সাধারণভাবে আমি সহিংসতার বিরোধী এবং যুক্তিনির্ভর ও শান্তিপূর্ণ আলোচনার পক্ষপাতি। | Di solito sono contro la violenza e propenso a una razionale e pacifica discussione. |
19 | কিন্তু যদি এমন ঘটনার মুখোমুখি হই যাতে, কোন এক নির্বোধ চীনের মানুষের সংহতি বিনষ্ট এবং বিশ্বাসঘাতকদের মতো জাপানি স্বার্থ রক্ষা করতে জাতির পিতা সম্পর্কে মানহানিকর মন্তব্য করছে, তাহলে আমি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। | Ma quando mi devo relazionare con qualcuno che si comporta in modo del tutto irragionevole, che indirizza appellattivi diffamatori verso il nostro Padre Fondatore con l'intenzione di smembrare l'unità del popolo e sostenere gli interessi giapponesi da traditore, non posso restare in silenzio. |
20 | এক্ষেত্রে আমি তাকে আক্রমণ করব এবং উচিত শিক্ষা দিব… নগণ্য জাপানের বিরুদ্ধে প্রতিবাদ ও সভাপতি মাওকে স্মরণ করার জন্য সমাবেশটির আয়োজন করা হয়, এমন একটি আয়োজনে আমি একজন বেপরোয়া বিশ্বাসঘাতকের কথা সহ্য করতে রাজি নই। | Preferirei piuttosto che mi arrestassero che permettere loro di farsi rivedere e creare scompiglio…Questo raduno è l'occasione per protestare insieme contro il Giappone e ricordare il Presidente Mao ed io non permetto che venga insultato da questo sporco traditore. |
21 | আমি যদি ভবিষ্যতে কোন সমাবেশে এমন ঘটনা দেখি তাহলে এবার যা করেছি আবারো তাই করবো। | Se lo incontrassi di nuovo in una manifestazione lo farei di nuovo. |
22 | এই আইন ভাঙ্গার জন্য আমি নিয়ম মাফিক শাস্তি পেতে রাজি কিন্তু কখনোই ক্ষমা চাইবো না। | Ho infranto la legge e mi prenderò le mie responsabilità. Ma non chiederò scusa. |
23 | আপনি এটা শুনে আশ্চর্য হবেন যে কিছু মানুষ সত্যই হানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।[zh]: | Desta sorpresa il discreto numero di netizen che hanno espress sostegno ad Han: |
24 | জ্যাং হোংগলিয়াং: [কোন দ্বিধা ছাড়াই বিশ্বাসঘাতক নির্মূলে হান ডেকিং এর কর্মপন্থা কে সমর্থন করুন] প্রত্যেক দেশেরই তাদের বিশ্বাসকে রক্ষা করার অধিকার রয়েছে। | Zhang Hongliang [zh]: [Sostegno alla giusta azione di Han Designa nell'abbattere il traditore senza esitazione] Ogni paese ha il diritto di difendere la propria religione. |
25 | ইসলাম ধর্মকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্র বিশ্ব জুড়ে মার্কিন-বিরোধী প্রতিবাদের ঢেউ তুলেছে। | Il film americano che ha insultato i precetti dell'Islam ha innalzato un'ondata di proteste anti-americane. |
26 | তাহলে আমরা শুধু চীনে কেন ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবো না? | Perché solo in Cina non godiamo di libertà religiosa? |
27 | কেন আমাদের সভাপতি মাও এর আদর্শে বিশ্বাস করার ও তা সমুন্নত রাখার স্বাধীনতা থাকবে না? | Perchè non abbiamo il diritto di crdere nel Presidente Mao? Nel diritto di difendre le nostre convinzioni? |
28 | মানুষ যেখানে নিজের বিশ্বাসকে সমুন্নত রাখার অধিকার পাচ্ছে না, সেখানে কীভাবে আমরা এমন আইনকে প্রশ্রয় দিতে পারি যা কিছু মানুষকে সভাপতি মাও এর প্রতি কটাক্ষ করার স্বাধীনতা দেয়? | Come possiamo permettere che ci sia una legge che dia a queste persone la libertà di inultare il Presidente Mao? Mentre le persone non hanno il diritto legale di difendere le proprie convinzioni? |
29 | তায়িনমা ১০১: লালঢেউ চীন পরিবর্তনের ষড়যন্ত্রকে ভাসিয়ে নিয়ে যাবে। | Tianma101 [zh]: L'ondate rossa ha abbatuto la cospirazione che ha cercato di stravolgere la Cina. |
30 | | Gli Stati Uniti e i loro schiavi in Cina hanno cercato di estendere la Primavera Araba in Cina ma ciò che hanno visto oggi è stata la Grande Onda del Maoismo ritornare e far impallidire le loro facce controrivoluzionarie. |
31 | যুক্তরাষ্ট্র ও তার দাসেরা চীনে আরব-বসন্ত নিয়ে আসার স্বপ্ন দেখছিলো, কিন্তু এখন তারা হতাশ হয়ে দেখছে মাওবাদী চিন্তাধারার এক বিশাল ঢেউ আবার ফিরে আসছে। | Quest'onda non può essere fermata con il loro volere. Questo fara si che le potenze straniere rivalutino l'influenza sui loro schiavi in Cina. |
32 | এই দৃশ্য বিপ্লব-বিরোধীদের মুখমণ্ডল ফ্যাকাসে করে তুলেছে। | Wang Hailin [zh]: Il fatto è che negli ultimi anni, molte opinione di chiara natura maoista sono state represse e censurate. |
33 | | Perciò è stato molto coraggioso per loro di approfittare dell'opportunità per riportare i loro striscioni e le effigi di Mao per manifestare nelle strade. |
34 | এ ঢেউ তাদের ইচ্ছে মাফিক পরিবর্তিত হবে না। | Esprimere le loro opinioni nelle strade è un gesto concreto invece che discutere online. |
35 | | Naturalmente si sono levate anche critiche contro l'aggressività dei maoisti, come rivela la scelta di commenti qui di seguito: |
36 | মানুষ তাদের নিজস্ব বসন্ত সৃষ্টি করেছে, এটি বিদেশি শক্তিকে চীনে তাদের দাসদের কতটুকু কর্তৃত্ব রয়েছে, সে সম্পর্কে চিন্তার অবকাশ দিবে। | Fan Xiaoyang [zh]: Rispetto al militarismo giapponese, i danni fatti dai Maoisti in Cina sono di gran lunga maggiori. Noi dobbiamo essere consapevoli di ciò. |
37 | ওয়াং হেলিন :এটা সত্য যে, বিগত কয়েক বছর ধরে অনেক মাওবাদী চিন্তাধারাকে নিপীড়িত ও কাটছাঁট করা হয়েছে। | Berlin2011 [zh]: Durante l'era di Mao, l'intelligenza e la moralità della società e la civilta regredirono rapidamente. |
38 | সঙ্গত কারণে নিজেদের ব্যানার ও মাও এর ছবি নিয়ে রাস্তায় নামার উদ্যোগটি ছিল মাওবাদীদের জন্য একটি সাহসী পদক্ষেপ। | Potremmo persino affermare di essere entrati in un età oscura. Negli ultimi giorni, solo i Maoisti sono apparsi sulla scena delle proteste. |
39 | অন্তর্জালে নিজের মতামত ব্যক্ত করার চেয়ে রাস্তায় নামা অনেক দৃঢ় পদক্ষেপ। | Sebbene Utopia è stata oscurata molte volte, i Maoisti godono della libertà di parola per molti versi. |
40 | অবশ্য আক্রমণাত্মক স্বভাবের মাওবাদীদের কর্মকাণ্ডের বিরুদ্ধেও কেউ কেউ বক্তব্য রেখেছেন। | Loro possono arringare proclami in cui minacciano di uccidere i traditori ed aggredire delle persone. D'altra canto i liberali sono invece perseguitati. |
41 | নিচে কিছু বিরোধী কণ্ঠস্বর উপস্থাপন করা হলো: | Loro non possono esprimere il loro pensiero alle manifestazioni. |
42 | ফ্যান জিওয়াং: জাপানি সামরিকতন্ত্রের তুলনায় মাওবাদী বামপন্থীরা চীনের যে ক্ষতি করেছে তা অনেক বড়। | Zhang Lifeng [zh]: [Ecologia Politica] I Maoisti stanno perdendo potere; questo perchè sono diventati estremisti, violenti e marginalizzati. |
43 | বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন থাকবে হবে। | Saranno presto vittima delle divisioni interne e si scioglieranno quanto prima. |