# | ben | ita |
---|
1 | ইউক্রেনঃ লিঙ্গীয় সমতার বিষয়ে তরুণদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | Ucraina: concorso video sulle discriminazioni di genere |
2 | ইউক্রেনের নারীরা গড়ে উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তারা একই পেশায় কাজ করা পুরুষ সহকর্মীর চেয়ে ৩০ শতাংশ কম বেতন পান। | Nonostante la donna ucraina media abbia una buona istruzione, guadagna circa il 30% in meno [en, come gli altri link, eccetto ove diversamente indicato] rispetto a un uomo che occupa una posizione analoga. |
3 | একজন নারী বেশিরভাগ সময় বেকার হয়ে থাকে, কিংবা তাকে চুক্তি ভিত্তিক কোন পেশায় নিয়োগ দেওয়া হয় না, কারণ হয়ত সে গর্ভবতী হয়ে পড়তে পারে। | Ha maggiori possibilità di perdere il lavoro o di non essere assunta perché potrebbe aver bisogno del congedo di maternità. |
4 | এমনকি যদিও তার কোন সন্তান না থাকে, তারপরে ঘরের বেশির ভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়, যা তার পেশায় এগিয়ে যাবার পথে এক বাধা। | Anche nel caso in cui non abbia figli, deve svolgere la maggior parte dei lavori domestici, e questo le impedisce di farsi una carriera. |
5 | এছাড়া উক্ত নারীর ঘরোয়া নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হবার সম্ভাবনা ৫০ শতাংশ। | Inoltre, si contano circa il 50% di casi di violenza domestica. |
6 | যেখানে ইউক্রেনের সংবিধান সহ আইন, নারী এবং পুরুষের মাঝে আইনগত সাম্যতার বিধান করে, কিন্তু আইনী বৈষম্য দুর করা এবং তার প্রয়োগ বেশ কঠিন একটা কাজ। | Sebbene le normative nazionali, compresa la costituzione del Paese, stabiliscano la parità tra l'uomo e la donna, risulta difficile colmare il divario tra la legge e la sua effettiva applicazione. |
7 | তবে প্রথাগত মনোভাব এবং মূল্যবোধ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং সাধারণ নাগরিক ও একই সাথে নারী অধিকার প্রবক্তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। | Tuttavia, gli atteggiamenti e i valori tradizionali stanno lentamente cambiando, e sia i comuni cittadini che i sostenitori dei diritti delle donne stanno giocando un ruolo importante in questo processo. |
8 | যেমন, আগস্ট, ২০১০-এ, ১,০০০ জন নাগরিক ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয় [ইউক্রেনীয় ভাষায়] এবং শত শত স্বেচ্ছাসেবী কর্মী ঘরোয়া নির্যাতন বিষয়ক এক প্রচারণায় অংশ গ্রহণ করে। | Ad esempio, nell'agosto del 2010 è stata organizzata a Kiev una marcia contro la violenza domestica, alla quale hanno partecipato più di 1000 persone, e in quell'occasione centinaia di volontari si sono uniti alla campagna di sensibilizzazione. |
9 | তরুণ ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভিডিও প্রতিযোগিতা | Concorso di cortometraggi per giovani ucraini |
10 | ১৭ জুন ১০ সেপ্টেম্বর, ২০১১ পর্যন্ত, মেধাবী একদল তরুণ লিঙ্গীয় বিষয়ক এক প্রতিযোগিতা “লিঙ্গীয় সমতা”-এর জন্য নিজেদের তোলা ভিডিও জমা দেয় [ইউক্রেনীয় ভাষায়]। | Dal 17 giugno al 10 settembre 2011, un gruppo di giovani di talento si è iscritto a “Gene of Equality” (“gene dell'uguaglianza”), un concorso di cortometraggi incentrato sul genere. |
11 | এতে অংশগ্রহণকারীদের দুটি বিভাগ “ লিঙ্গীয় সমতার জন্য ৫ মিনিট” অথবা “ ঘরোয়া নির্যাতন প্রতিরোধে ৫ মিনিট”-এর যে কোন একটির জন্য ৫ মিনিটের ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়েছিল। | I partecipanti hanno dovuto realizzare un cortometraggio per una delle due categorie: “5 minutes of gender equality” (“5 minuti di parità dei sessi”) o “5 minutes on domestic violence prevention (“5 minuti sulla prevenzione della violenza domestica”). |
12 | এই প্রতিযোগিতার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট ইউরোপীয়ান ইউনিয়ন প্রোগ্রাম এবং ইউক্রেনের ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন। | La competizione è sponsorizzata dal United Nations Development Programme e dalla European Union Delegation to Ukraine. |
13 | এই প্রতিযোগিতায় একদল বিচারক বিজয়ীকে নির্বাচিত করবে, তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে আগে ইউটিউব ব্যবহারকারীরা ভোটে প্রদান করবে। | I vincitori saranno decretati da una giuria, ma i cortometraggi possono essere votati anche su YouTube. |
14 | ইতোমধ্যে অনলাইনে এই সব ভিডিও ৫০,০০০ বার দেখা হয়েছে, এবং সেরা চলচ্চিত্রটি অক্টোবর ২০১১-এ, কিয়েভে অনুষ্ঠিত লিঙ্গ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। | I video hanno già raggiunto quasi 50.000 contatti, e il migliore verrà proiettato al festival del cortometraggio sul genere, in programma a Kiev in ottobre. |
15 | নীচে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যা যে কোন ভাষাভাষীর মানুষ বুঝতে পারবে, এবং এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা ইউটিউবের, জেন্ডারটিউবে দেখতে পাবেন। | Ecco di seguito alcuni video di facile comprensione per tutti. Gli altri sono disponbili sul canale YouTube GenderTube. |
16 | “ “পরিবারের ভেতর সহিংসতা- জীবন করে খণ্ডবিখণ্ড”- নির্মাতা “ইনফিনিটি”” | “Violence in the family - a life ripped to pieces”, di “Infinity” |
17 | “ “মনোযোগের কেন্দ্রকে পরিবর্তন করুন-নারীকে কেবল এক যৌন সামগ্রী হিসেবে বিবেচনা করবেন না”- নির্মাতা “ জাস্ট এ কিলো” | “Change your focus - don't perceive a woman just as a sex object”, di “Just a kilo” |
18 | “আর আপনার পরিবারের কি অবস্থা?” নির্মাতা “দিডিভাইন এ্যানিমেটর” | “And What About Your Family?”, di “Divine Animators” |
19 | “কারুশিল্পের কোন লিঙ্গীয় পরিচয় নেই”- নির্মাতা “ননএ্যাম_গ্রুপ” | “Craftsmanship has no gender”, di “NONAME_GROUP” |