Sentence alignment for gv-ben-20100115-8756.xml (html) - gv-ita-20100117-13792.xml (html)

#benita
1হাইতি: জীবিতদের জন্য উদ্ধার প্রচেষ্টা, তাদের সন্ধানে অভিযানHaiti: risorse utili per le ricerche dei dispersi e per inviare aiuti
2এখানে কয়েকটি অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও ডাটাবেজ বা তালিকাভাণ্ডার রয়েছে, যেগুলো গত কয়েকদিন ধরে যারা হাইতির বাইরে রয়েছে তাদের আত্মীয় ও পরিবার সম্বন্ধে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ও জীবিত যাদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন, তাদের জন্য কাজ করে যাচ্ছে।
3হাইতিতে অনেকে এখনো তাদের নিজেদের ভেঙ্গে পড়া বাড়ির নিচে আটকা পড়ে আছে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অনলাইনে এক বিস্তৃত তালিকা রয়েছে, যেখানে নিখোঁজ বন্ধু বা আত্মীয়দের অনুসন্ধান করা যেতে পারে।Ecco solo alcuni dei database e dei network online che sono stati messi in piedi in queste ore per aiutare i parenti a localizzare le famiglie e per indirizzare urgentemente l'aiuto necessario ai sopravvissuti.
4প্রধান প্রধান সংবাদ সংস্থা যেমন, নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এবং একই সাথে গুগলের মত প্রতিষ্ঠানও নিখোঁজ ব্যক্তিদের এক তালিকা তৈরি করেছে।
5হাইতি আর্থকোয়েক সাপোর্ট সেন্টার বা হাইতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থের সাহায্য কেন্দ্র এমন এক যন্ত্রের (টুলস) উপর কাজ করছে, যা স্বেচ্ছাসেবীদের ছবি মেলাতে সাহায্য করবে।
6সংবাদে ছাপা ছবি থেকে পাওয়া বিভিন্ন মানুষের মুখের ছবি তারা হারিয়ে যাওয়া মানুষের ছবির সাথে মিলিয়ে দেখছে।Il Comitato Internazionale della Croce Rossa ha un vasto database online dei dispersi [in] che amici e familiari possono consultare liberamente.
7আর্থকোয়েক হাইতি নামের এক ফেসবুক গ্রুপে সম্প্রতি ১৫০,০০০ বেশি সদস্য এবং ৪,০০০ টি বেশি ছবি পোস্ট করা হয়েছে।Molti organi di stampa, tra cui New York Times [in], la CNN [in] e Google [in], hanno creato dei database per i dispersi.
8ছবিগুলো পরিবারের সদস্যরা পোস্ট করেছে, যারা তাদের ভালবাসার মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে। কেনিয়ার নির্বাচনী সংকটের সময় ব্যবহৃত উসাহিদিকে কার্যকর ভাবে ব্যবহার করা হয়েছে।Un sito chiamato Haiti Earthquake Support Center [in] sta operando come strumento per consentire ai volontari di abbinare i volti che compaiono nelle notizie alle persone disperse.
9এটি এখানেও সংকট বিষয়ক তথ্য মানচিত্র তৈরি করছে। এর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া মানুষ, ভেঙ্গে পড়া ভবন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন, সে সম্বন্ধে তথ্য।Il gruppo su Facebook EARTHQUAKE HAITI [in] al momento conta oltre 150.000 membri e oltre 4.000 fotografie [in] postate da famiglie in cerca dei propri cari.
10বিদেশে বাস করা হাইতিবাসীরা টুইটারে #রিলেটিভসইনহাইতি নামক ট্যাগ ব্যবহার করছে। তারা এখনো তাদের নিখোঁজ আত্মীয়দের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে।Ushahidi [in], che ha avuto un ruolo importante durante la crisi delle elezioni keniane [in], sta mappando le informazioni sul disastro [in], includendo informazione sui dispersi, informazioni sugli edifici crollati e sulle condizioni delle strade.
11ইতোমধ্যে #রেসকিউমিহাইতিকে ব্যবহার করা হচ্ছে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও তার আশেপাশে সরাসরি উদ্ধার অভিযান ও বিশেষ উদ্ধার অভিযানের জন্য।Su Twitter, il tag #relativesinhaiti [in] viene usato dagli Haitiani all'estero che stanno cercando di localizzare i familiari dispersi.
12জানা গেছে সেখানে এখনো অনেক বেঁচে যাওয়া লোক বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে: ক্রিস্টোফার ফ্রেসাইনেট এখনো জীবিত।Invece #rescuemehaiti [in] viene usato per indirizzare i soccorritori a indirizzi precisi attorno Port-au-Prince dove ci sono ancora sopravvissuti sotto le macerie:
13তারা এই ব্যক্তিটির আর্তনাদ শুনতে পাচ্ছে।Christopher Frecynet ancora vivo.
14৬৪ রু নর্ড আলেক্সি।Lo hanno sentito urlare.
15চাচাতো ভাই ডাফেইকে ডাক ৫০৯-৩৯০৪৬৯৮৩64 Rue Nord Alexis.
16ক্যারিবিয়ান মার্কেটের ভেতরে ৬৩ জন লোক এখনো বেঁচে আছে।Chiamate il cugino Daphney 509-39046983
17বেঁচে যাওয়া ব্যক্তিরা টেক্সট মেসেজ বা মোবাইলে বার্তা পাঠাচ্ছে, কাজেই আমরা তাদের সাহায্যের জন্য পাঠাতে পারি।63 persone ancora vive al Carribean Market. Qualcuno ha inviato un messaggio in modo da inviare soccorsi.
18দয়া করে লোকজনকে জানা।DIFFONDETE L'INFORMAZIONE
19হেলোইজ বয়ার নামক ভদ্রমহিলা তার নিজের ঘরে আটকা পড়ে রয়েছেন #৪০ রু ও, টুরগেউ।Heloise Boyer è intrappolata nella propria casa #40 [in] Rue O, Turgeau.
20সাহায্য প্রয়োজন!SERVE AIUTO!
21কলেজ কানাপে ভের্ট এর নিচে আটকা পড়া লোকগুলো এখনো জীবিত রয়েছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছে, যাতে তাদের সেখান থেকে বের করে আনা হয়…Persone ancora vive sotto il College Canapé Vert stanno invocando aiuto e chiedono di essere tratte in salvo…
22অক্ষাংশ:১৮°৩১′২৫.Latitudine: 18°31'25.
23৭৪″উ দ্রাঘিমাংশ: ৭২°১৬′২৮.74? N Longitudine: 72°16'28.
24২৫″প #ব্রেসমা #হাইতি, আমাদের খাবার এবং পানির প্রয়োজন।25? W #bresma [in] #Haiti [in] Servono cibo e acque per circa 150 persone qui ADESSO
25এখন সেখানে প্রায় ১৫০ জন লোক রয়েছেContinuate a seguire lo speciale di Global Voices (in inglese) sul terremoto ad Haiti [in].