Sentence alignment for gv-ben-20131104-39765.xml (html) - gv-ita-20131108-87213.xml (html)

#benita
1গ্লোবাল ভয়েসেসের সংস্পর্শে আসা!Incontri della comunità di Global Voices in tutto il mondo
2গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যদের তাঁদের নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ঘটনার অনলাইন কথোপকথন, পোস্ট এবং অনুবাদগুলো নিয়মিত পড়ার পর আপনি মনে করতে পারেন, তাঁরা যেন দীর্ঘদিনের পুরনো বন্ধু। বোধ হয় আপনি তাঁদেরকে টুইটারেও অনুসরণ করতে পারেন।Potrai avere l'impressione che i membri della comunità [en, come i link che seguono] di Global Voices siano già amici di lunga data dopo essere diventato un lettore abituale dei loro post e delle loro traduzioni che risaltano la conversazione in rete nei loro paesi.
3অথবা আপনি তাঁদের বিভিন্ন ডিজিটাল প্রকল্প এবং কার্যাবলী সম্পর্কেও জেনে থাকতে পারেন।
4এই ভার্চুয়াল যোগসূত্র নিঃসন্দেহে পৃথিবীটাকে আরো ছোট ভাবতে সাহায্য করছে।Probabilmente puoi seguirli anche su Twitter o familiarizzare con i loro progetti digitali e le loro attività.
5কিন্তু অফলাইনে পারস্পরিক ক্রিয়াকলাপ সম্পর্কে প্রাকৃতিক শক্তি-সম্পর্কীয় কিছু বিষয় এখনও রয়ে গেছে। একমাত্র অফলাইনে এই পারস্পরিক ক্রিয়াকলাপই অনলাইন বন্ধনকে আরো মজবুত করতে সাহায্য করতে পারে।Certamente tali connessioni virtuali possono aiutare il mondo a sentirsi un posto più piccolo, ma c'è ancora qualcosa di fondamentale nelle interazioni offline che può semplicemente aiutare a rafforzare i legami in rete.
6গ্লোবাল ভয়েসেসের সদস্যদের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে ছয়টি বৈশ্বিক ব্যক্তি সাক্ষাতের আয়োজন করেছি।Durante i mesi di Novembre e Dicembre stiamo organizzando sei incontri globali che si terranno “di persona”, condotti e agevolati dai membri di Global Voices che vivono e conoscono quelle comunità locali.
7গ্লোবাল ভয়েসেসের সদস্যরা এদের সাথে থাকেন এবং এই স্থানীয় সম্প্রদায়কে চেনেন।Ad ogni modo, questi raduni sono molto di più che semplici eventi sociali per il lavoro in rete.
8যাই হোক, সামাজিক ঘটনাবলীর এই যোগসূত্রের চেয়েও এই জমায়েত আরো বেশি কিছু।Essi costituiscono opportunità per condividere conoscenze, costruire capacità e per una futura collaborazione tra persone che condividono obiettivi simili.
9এটি অর্জিত জ্ঞান শেয়ার করার, দক্ষতা অর্জন এবং একই উদ্দেশ্য শেয়ার করা সঙ্গীদের মাঝে ভবিষ্যৎ সহযোগিতার একটি বড় সুযোগ।Puoi avere un'idea su un progetto di solidarietà nell'ambito dei citizen media e voler trovare potenziali soci.
10হয়তোবা কোন নাগরিক মাধ্যম প্রচার প্রকল্পের জন্য আপনার একটি ভাবনা আছে।O puoi voler acquisire nuove strategie per il racconto digitale destinato ad un pubblico globale.
11হয়তোবা আপনি কোন সম্ভাব্য অংশীদারের খোঁজ পেতে চাইছেন।Puoi anche imparare di più riguardo al lavoro di Global Voices e su come diventare un volontario.
12অথবা সারা বিশ্বের দর্শক শ্রোতাদের জন্য হয়তোবা আপনি ডিজিটাল উপায়ে গল্প বলার কোন নতুন কৌশল শিখতে চাইছেন।Ciò e molto di più, rappresenterà parte del programma di mezza giornata. Le sei città destinate a questa prima fase di incontri sono:
13আপনি গ্লোবাল ভয়েসেসের কাজ সম্পর্কে এবং কীভাবে একজন স্বেচ্ছাসেবক হওয়া যায়, সে সম্পর্কেও আরো বেশী জানতে পারবেন।Karachi, Pakistan - 1 Novembre 2013 Cairo, Egitto - 16 Novembre 2013 Kampala, Uganda - 16 Novembre 2013 Skopje, Macedonia - 30 Novembre 2013 Porto, Portogallo - 14 Dicembre 2013 Phonm Penh, Cambogia - Da stabilirsi
14একটি অর্ধ-দিবস অনুষ্ঠানের একটি অংশ, এগুলো এবং এগুলোর চেয়েও আরো বেশী কিছু হতে পারে।Si può partecipare gratis agli incontri, ma è richiesto di confermare la presenza (RSVP [it]).
15প্রথমার্ধে সাক্ষাতের জন্য নির্বাচিত ছয়টি শহর হলঃ এই সাক্ষাৎ সকলের জন্য উন্মুক্ত।Per ogni incontro pubblicheremo un post, così come un invito all'evento su Facebook, con maggiori dettagli su come iscriversi e il programma proposto.
16তবে, যারা এতে অংশ নিতে চান তাদের তা জানাতে হবে।Anche questo post verrà aggiornato con tali dettagli.
17প্রতিটি সাক্ষাতের পরপরই আমরা একটি পোস্ট প্রকাশ করবো। এর সাথে সাথে একটি ফেসবুক ইভেন্টেও আমন্ত্রণ জানানো হবে।Inoltre inviti speciali saranno mandati ai precedenti candidati della nostra Rising Voices microgrant competitions, molti dei quali provengono da tali città.
18কীভাবে সাইন আপ করতে হবে এবং প্রস্তাবিত এজেন্ডা সম্পর্কে জানা যাবে, তাঁর সম্পর্কে সেখানে বিস্তারিত উল্লেখ করা থাকবে।Stiamo anche lanciando un hashtag su twitter: #GVMeetup, da seguire costantemente anche se nessuno di questi incontri è stato programmato nella tua città.
19এই বিস্তারিত তথ্য সহকারে এই পোস্টগুলো আপডেটও করা হবে। আমাদের রাইজিং ভয়েসেসের মাইক্রোগ্র্যান্ট প্রতিযোগিতা থেকে সাবেক আবেদনকারীদেরকে বিশেষ আমন্ত্রণও পাঠানো হবে।Questi sei incontri fanno parte di un progetto pilota per esplorare i modi attraverso cui la nostra vasta comunità di Global Voicees può aiutare a facilitare l'apprendimento tra pari e lo scambio tra lettori e altri individui e organizzazioni nell'ambito dei media cittadini, in tutti gli angoli del mondo.
20সাবেক আমন্ত্রণকারীদের বেশিরভাগই উপরোক্ত শহরগুলো থেকে এসেছেন।Speriamo di incrementare questa esperienza con più incontri nel 2014!
21এমনকি এগুলোর মধ্যে কোন একটি সাক্ষাতে যদি আপনার শহর তালিকাভুক্ত না হয়ে থাকে, তবে বরাবর অনুসরণ করতে, #জিভিমিটআপ - নামে আমরা একটি হ্যাশট্যাগও উদ্বোধন করতে যাচ্ছি।
22এই ছয়টি সাক্ষাৎ, একটি পাইলট প্রকল্পের অংশ।Nel frattempo per avere maggiori informazioni potete scrivere a globalvoicesonline.org
23বিশ্বের সব প্রান্তে গ্লোবাল ভয়েসেসে আমাদের বিশাল সম্প্রদায় এই প্রজেক্টটিকে আবিষ্কারের উদ্দেশ্যে পথ খুঁজে, সঙ্গীদের শেখানোর কাজটিকে আরো সহজতর করতে সাহায্য করতে পারে।
24পাঠক ও অন্যান্য ব্যক্তিদের এবং নাগরিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রের সংস্থাগুলো পরষ্পরের এই শিক্ষার বিনিময় ঘটাতে এই সাক্ষাৎ ভূমিকা রাখবে।
25আমরা আশা করছি, এই সাক্ষাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৪ সালে আমরা আরো সাক্ষাতের আয়োজন করতে পারবো!
26ইতোমধ্যে, আরো তথ্যের জন্য দয়া করে রাইজিং [এ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন [ডট] ওআরজি ঠিকানায় লিখুন।