Sentence alignment for gv-ben-20130504-36386.xml (html) - gv-ita-20130507-78855.xml (html)

#benita
1শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহFOTO: proteste in Asia sud-orientale durante la Festa del Lavoro
2গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে।In occasione della Festa dei lavoratori del 1 maggio 2013, si sono svolte varie manifestazioni di protesta in Cambogia, Filippine, Indonesia e Singapore.
3কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশ গুলো শান্তিপূর্ণ ছিল।Le manifestazioni, organizzate per fare eco alle richieste dei lavoratori e dei loro gruppi di difesa, e si sono svolte in modo pacifico in tutta la regione.
4ক্যাম্বোডিয়ায়, ৬০০০ এর অধিক বস্ত্র শ্রমিক ছাত্র, এনজিও, এবং নম পেন শহরের শহুরে দরিদ্র বাসিন্দাদের সাথে যোগ দেয়।In Cambogia, ai più di 6000 lavoratori tessili si sono uniti anche studenti, ONG, e residenti poveri della città di Pnom Penh.
5ভালো মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে স্বাধীনতা পার্ক থেকে জাতীয় সংসদ পর্যন্ত তাঁরা মিছিল করে।Essi hanno marciato dal Parco della Libertà fino all' Assemblea Nazionale, chiedendo salari per poter vivere e migliori condizioni di lavoro.
6পোশাক শিল্পের শ্রমিকরা ফেনম পেন, ক্যাম্বোডিয়ায় মিছিল করছে।Lavoratori tessili marciano a Phnom Penh, Cambogia.
7ছবিঃ লিকাধোFoto da Licadho
8জাতীয় সংসদের কাছে ক্যাম্বোডিয়ান প্রতিবাদ কর্মীরা।Manifestanti in Cambogia, vicino l'Assemblea Nazionale.
9ছবিঃ লিকাদোFoto da Licadho
10কমিউনিটি লিগ্যাল শিক্ষা কেন্দ্র দ্বারা আপলোডকৃত এই ভিডিওতে, ক্যাম্বোডিয় শ্রমিকের প্রধান চাহিদা ও পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে:In questo video caricato dal Centro Popolare per l'Istruzione Legale, vengono raggruppate le principali richieste e situazioni dei lavoratori cambogiani:
11জাকার্তায় হাজার হাজার শ্রমিকের মিছিল। ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ডেমোটিক্স (5/1/2013)In Indonesia, centinaia di lavoratori hanno marciato di fronte al Palazzo Presidenziale di Jakarta per commemorare la Festa del Lavoro.
12ইন্দোনেশিয়ায়, শ্রম দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল করে।Tra le loro richieste troviamo “compimento del minimo salario, assicurazione medica e sicurezza dei lavoratori, cosi come il rifiuto del lavoro appaltato”.
13তাদের দাবীর মধ্যে ছিল, “ন্যূনতম মজুরী লাভ, স্বাস্থ্য বীমা এবং কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সেই সাথে আউটসোর্সিং প্রত্যাখ্যান করা”।centinaia di lavoratori marciano a Jakarta. Foto di Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013)
14শ্রম দিবসে জাকার্তায় শ্রমিকদের মিছিল।manifestazione dei lavoratori a Jakarta, durante la Festa del Lavoro.
15ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ ডেমোটিক্স (5/1/2013)Foto di Ibnu Mardhani, Copyright @Demotix (5/1/2013)
16ফিলিপাইনে, শ্রম গ্রুপ কিলুসাং মেয়ো উনো সরকারের শ্রম নীতির ব্যাপারে হতাশঃNelle Filippine, il gruppo di lavoratori ‘Kilusang Mayo Uno' è deluso dalla politiche verso i lavoratori del governo:
17ফিলিপাইনে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ১২৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তার ১১০ তম উদযাপনকে আমরা কর্মীদের বিরোধী এবং পুঁজিবাদী শাসনের স্বপক্ষে প্রেস এর অবস্থানকে তীব্র নিন্দার সঙ্গে চিহ্নিত করেছি।Siamo arrivati alla 127esima Festa Internazionale dei Lavoratori, e la sua centodecima celebrazione nelle Filippine [si è svolta] con una protesta nazionale che condanna il regime pro-capitalista e contro i lavoratori del Pres.
18নয়নয় আকুইনোNoynoy Aquino.
19আকুইনো আবারও গুরুত্বপূর্ণ মজুরি বৃদ্ধি, চুক্তিগত কর্মসংস্থানের আবর্জনা এবং ট্রেড ইউনিয়ন দমনের পদক্ষেপ গ্রহণের জন্য শ্রমিকদের দাবি বাতিল করেছেন।Egli ha ancora rifiutato le richieste dei lavoratori per un significativo aumento di salario, per scartare del contratto di assunzione e per fermare la repressioni dei sindacati.
20প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উচ্চ মজুরির দাবিতে ফিলিপিনোদের মিছিল।Si è vantato del salario privo di benefit e degli sforzi del suo governo nel creare posti di lavoro.
21ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত।Lavoratori filippini marciano vicino il palazzo presidenziale chiedendo l'aumento salariale e il calo dei prezzi.
22ফিলিপাইনে শ্রম দিবসের মিছিল।Foto dal profilo facebook di Tine Sabillo
23ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত।Mafinestazione per La festa dei Lavoratori in Filippines.
24ম্যানিলায় শ্রম দিবসের ঘটনাগুলোর উজ্জ্বলতম অংশসমুহ ইযে মিজারেস এর আপলোড করা এই ভিডিওটিতে রয়েছে:Foto dal profilo Facebook di Tine Sabillo I momenti salienti degli eventi della Festa dei Lavoratori a Manila sono mostrati nel video seguente, caricato da EJ Mijares:
25সিঙ্গাপুরে। ট্রানজিশনইং ডট অরগ এর গিলবারট গহ সিঙ্গাপুরে ঐতিহাসিক শ্রম দিবসের প্রতিবাদ সম্বন্ধে লিখেছেন:A Singapore, Gilbert Goh, del sito transitioning.org ha scritto circa le proteste storiche durante la Festa dei Lavoratori nel paese:
26আমরা উপলব্ধি করতে পেরেছি, সিঙ্গাপুরে আমরাও একটি ইতিহাস তৈরি করছি। এখনও পর্যন্ত কেউ এখানে সব পর্যায়ে শ্রম দিবসের অনুষ্ঠান করতে পারেনি।Abbiamo capito che stiamo creando un altro pezzo di storia di Singapore qui, finora nessuno è mai riuscito a organizzare un evento per la Festa dei lavoratori da zero - mai, e siamo fieri di poterlo fare per la prima volta!
27আমরা প্রথমবারের মতো এটি করতে পেরে গর্বিত। এমনকি আমরা এখন থেকে বার্ষিক শ্রম দিবসের প্রতিবাদ কর্মসূচি পালন করব বলে ভাবছি- অন্যান্য অনেক দেশে যেটি কয়েক দশক ধরে পালিত হয়ে আসছে।Abbiamo perfino contemplato di fare una protesta annuale durante la Festa dei lavoratori da qui in avanti - come molti altri paesi già fanno da anni.
28শ্রম দিবসে হাজার হাজার সিংগাপুরিরা হং লিম পার্কে জমায়েত হন।Lavoratori di Singapore accampati al parco Hong Lim Park durante la Festa del Lavoro.
29ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত।Foto dal profilo Facebook di Lawrence Chong
30সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করে সিঙ্গাপুরিরা শ্রম দিবসে তাঁদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।Abitanti di Singapore partecipano alla storica protesta nel giorno della Festa del Lavoro, per mostrare le loro posizoni sul documento governativo per la politica demografica.
31ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত।Foto dal profilo Facebook di Lawrence Chong
32ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের সমাবেশের একটি পরিণাম প্রতিবাদ, যেখানে হাজার হাজার সিঙ্গাপুরি জনগণ সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করতে জড়ো হয়।L'evento è una protesta in seguito all'azione di febbraio che ha radunato centinaia di abitanti di Singapore che si opponevano al documento governativo per la politica demografica.
33এই ভিডিওটিতে, সিঙ্গাপুরিরা এই পদক্ষেপ সংগঠিত করা এবং এতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেনঃIn questo video, i cittadini spiegano le ragioni per cui hanno organizzato e preso parte alla protesta.