Sentence alignment for gv-ben-20130708-37207.xml (html) - gv-ita-20130710-81983.xml (html)

#benita
1ছবিঃ বুদাপেস্ট যেন শহুরে শিল্পকলার এক স্বতন্ত্র ব্র্যান্ডBudapest: immagini della particolare #streetart ungherese
2হাঙ্গেরির রাজধানী শহর, যেটি তার ইতিহাস, শিল্পকলা ও আর্কিটেকচারের জন্য ইতিমধ্যে বিখ্যাত হয়েছে, এই সময়ে শহুরে শিল্পের নিজস্ব ব্র্যান্ড তৈরি করছে বলে মনে করা হয়।Si direbbe che Budapest, già celebrata per la sua storia, la sua arte e la sua architettura, da qualche tempo a questa parte abbia iniziato a coltivare anche un suo specifico stile di arte urbana.
3বুদাপেস্ট সম্পর্কিত ছবি এবং ভাষ্য #স্ট্রিটআর্ট হ্যাশট্যাগের অধীনে টুইটার এবং ইন্সটোগ্রামের মতো সামাজিক নেটওয়ার্কের উপর নিয়মিত শেয়ার করা হচ্ছে।Sui social network come Twitter e Instagram vengono pubblicati quotidianamente fotografie e commenti contrassegnati dagli hashtag tipo #streetart, che si riferiscono in particolare alla capitale ungherese, e il fenomeno sembra essersi amplificato con l'inizio della stagione turistica estiva.
4বিশেষ করে গ্রীষ্মকালের পর্যটন মৌসুমে তা বার বার আবর্তিত হয়। অনেকেই ইতোমধ্যে ফরাসি শহুরে শিল্পী ইনভাডেরার কথা শুনেছেন, যিনি ১৯৯০ সালের শেষ দিকে তার অনেক ছবি একটি নির্দিষ্ট তোরণ খেলার উপর ভিত্তি করে এঁকেছেন এবং ইউরোপ জুড়ে শহুরে শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন।Molti avranno sicuramente sentito parlare dell'artista di strada francese Invader [it, come i link seguenti, eccetto ove diversamente indicato], sulla scena dalla seconda metà degli anni Novanta: le sue opere e lo pseudonimo che si è scelto traggono ispirazione da uno specifico videogioco arcade in voga nella seconda metà degli anni Settanta, e il suo stile ha influenzato gli artisti urbani di tutta Europa.
5পরে তিনি রাস্তা শিল্প, গেরিলা কাজকর্ম এবং মূলধারার শিল্পের মধ্যে একটি উচ্চ সামঞ্জস্য তৈরি করে শৈল্পিক প্রকাশের অস্বাভাবিক মাধ্যমে কাজ করেছেন।All'epoca del suo esordio, la singolare modalità di espressione da lui scelta, l'arte urbana appunto, si situava a metà strada tra l'”attivismo di guerriglia” (una forma di sabotaggio culturale) e l'arte tradizionale.
6তারপর শিল্পী বিশ্বের অনেক শহরের মানচিত্রও এঁকেছেন যেটি এই নতুন শিল্প মাধ্যমকে লালন করেছে। সে সময় ইনভাডের ১৯৭০ সালের শেষের দিকে তোরণ খেলার নামকরণ করেন,যেটি তার অনুপ্রেরণা ছিল।Invader creò inoltre una mappa delle città nel mondo, in cui questa nuova forma d'arte era maggiormente apprezzata e incoraggiata: nell'elenco figurava anche Budapest, il cui nome venne scritto in lettere maiuscole come a voler indicare che aveva visto la luce una città nuova, briosa, giovane, alternativa e ribelle, dopo solo pochi anni di distanza dalla caduta del blocco orientale.
7এছাড়াও তিনি সে মানচিত্রের বুদাপেস্ট অন্তর্ভুক্ত করেছিলেন এবং প্রতীক হিসেবে বড় হাতের অক্ষর দিয়ে তা লেবেলিং করেছিলেন যার পূর্ব ব্লক পতনের মাত্র কয়েক বছর পর একটি নতুন, ক্রীড়নশীল, তরুণ দুর্দমনীয় এবং বিকল্প বুদাপেস্ট জন্ম নেয়।
8ইতিমধ্যে, রাস্তায় শিল্প যেটি দর্শকরা দ্রুত দেখতে পায় এবং যেটি সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, এই ঐতিহাসিক পূর্ব ইউরোপীয় শহরে মূলধারার শিল্প হয়ে গেছে বলে মনে করা হয়।Nel frattempo, l'arte urbana, una forma di comunicazione diretta, veloce e vicina a chi ne usufruisce, è diventata una consuetudine in questa storica capitale dell'Europa orientale, in ogni angolo della città si possono ammirare creazioni come quelle presentate nella seguente carrellata di fotografie, gentilmente concesse da Alternative Budapest [en]:
9শহরের প্রতিটি কোণে এর মত একটি ছবি রাখা হয়ঃBudapest: murales nei pressi di un parco giochi.
10বুদাপেস্ট খেলার মাঠের মুরাল; ছবিঃ অল্টারনেটিভ বুদাপেস্টMurales su una balconata in un quartiere di Budapest. Un esempio di arte creativa su una finestra di Budapest.
11বুদাপেস্টে একজন প্রতিবেশির জানাল; ছবিঃ অল্টারনেটিভ বুদাপেস্ট বুদাপেস্টে জানালা শিল্পের সৃজনশীলতা; ছবিঃ অল্টারনেটিভ বুদাপেস্টOltre alle foto pubblicate dagli utenti su Facebook, tra cui quelle sopra riportate, il lato più alternativo di Budapest può contare su una pubblicità positiva e gratuita anche da parte degli utenti di Twitter e Instagram.
12ফেসবুকের এই ছবি সম্বলিত পোস্ট ছাড়াও টুইটার এবং ইন্সটোগ্রাম ব্যবহারকারীরাও বুদাপেস্টের জন্য কিছু বিকল্প ইতিবাচক বিজ্ঞাপন করছেন বলে মনে হচ্ছে।
13ইন্সটোগ্রাম ব্যবহারকারী ইরালেটিভ_স্ট্রাং যিনি জানোস বাকো (@জানোসবাকো) নামেও পরিচিত, তিনি টুইটারে লিখেছেন:L'utente di Instagram Irelative_strang, conosciuto come Janos Bako (@JanosBako) su Twitter, scrive [en]: @JanosBako: La natura si sta riappropriando della città #streetart #Budapest pic.twitter.com/h7G50Vt2cz
14@জানোসবাকোঃ প্রকৃতি শহরকে ফিরিয়ে নিচ্ছে #streetart #Budapest pic.twitter.com/h7G50Vt2czSempre su Twitter, Steve Jude (@steve_jude), un designer di Londra, commenta [en]:
15আরেকজন টুইটার ব্যবহারকারি এবং ডিজাইনার স্টিভ জুড (@স্টিভ_জুড) মন্তব্য করেছেনঃ@steve_jude: #budapest tutto un altro genere d'arte #streetart @ Bakáts tér [una zona di Budapest] http://instagram.com/p/a6Scp-ycyI/
16@স্টিভ_জুডঃ #বুদাপেস্ট এর #রাস্তাশিল্প সম্পূর্ণ ভিন্ন ধরণের @বাকেটস তেরTuttavia, ciò che contraddistingue l'arte urbana di Budapest da quella di altre città con uno sviluppato background di arte di strada, è la sua impronta marcatamente ungherese.
17http://instagram.com/p/a6Scp-ycyI/ উন্নয়নশীল রাস্তা শিল্পের দৃশ্য দ্বারা বুদাপেস্টেকে অন্যান্য শহর থেকে ভিন্নভাবে কিভাবে সাজানো হতে পারে?Un esempio di questa specificità sono i “rom kocsma” [en] o pub in rovina: si tratta di pub e caffè creati all'interno di vecchi edifici abbandonati, che vengono allestiti con stili urbani retrò fortemente eclettici e molto variegati.
18যাইহোক, সত্যিকারের হাঙ্গেরীয়রা কি তাই মনে করে? সেখানে “রম কক্সমা” অথবা “রুইন্দ পাবস” নামের অনেক মদের দোকান অথবা ক্যাফে আছে।In anni recenti, questo genere di pub ha letteralmente invaso il quartiere di Pest, e i rom kocsma sono diventati una delle icone dell'arte urbana ungherese, attirando l'attenzione dei turisti.
19সাম্প্রতিক বছরগুলোতে, এই মদের দোকানগুলো শহরের প্রায় পেস্টা দিকগুলোতে ছড়িয়ে যাচ্ছে এবং স্পষ্টতই এগুলো অন্যতম শহুরে শিল্পের পরিণত হচ্ছে ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে।
20বুদাপেস্টে একটি “রুইন পাব”; ছবিঃ আল্টারনেটিভ বুদাপেস্টUno dei tanti “pub in rovina” di Budapest (foto gentilmente concessa da Alternative Budapest).
21যদি ভ্রমণকারীরা ইউরোপের পুরাতন অংশে নতুনত্তের খোঁজে করেন এবং উপরোক্ত সব মজার এবং মিথষ্ক্রিয়তা পেতে চান, তবে বুদাপেস্টই হতে পারে তাঁর জন্য সর্বোত্তম জায়গা।Ai viaggiatori diretti in questo storico e pittoresco angolo d'Europa, in cerca di novità, emozioni e soprattutto divertimento e interazione, Budapest ha sicuramente molto da offrire.