# | ben | ita |
---|
1 | চীনের তৈরি কৃত্রিম তুষারপাত গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে। | Cina: Pechino improvvisamente imbiancata, ma è neve <em>made-in-China</em> |
2 | গত ২২ বছরের মধ্যে এবারই প্রথম বছরে সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল। | Domenica scorsa, 1. novembre, a Pechino si è avuta la prima nevicata anticipata dopo 22 anni. |
3 | এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়। | L'improvviso cambiamento atmosferico, ricoprendo di neve tutta la città, ha sorpreso molti residenti. |
4 | ঘটনাটি অনেককেই বিস্মিত করে। পরে নিউজ মিডিয়া জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর। | Ma le testate d'informazione hanno poi riferito come in realtà la nevicata avesse ricevuto un piccolo aiuto dall'ufficio cittadino per le modificazioni climatiche. |
5 | কৃত্রিম ভাবে তুষারপাত ঘটানোর কারণ হচ্ছে বেইজিং-এ এখন খরা চলছে। | Il motivo della precipitazione artificiale è stato il periodo di siccità che colpiva da tempo Pechino. |
6 | যে রাতে তুষারপাত হয়, তার কিছুদিন আগে সরকার আকাশে সিলভার আয়োডাইড উৎক্ষেপণ করে। | La notte prima della nevicata, il governo aveva fatto sparare ioduro d'argento in cielo. |
7 | এর ফলে বেইজিং-এর আশেপাশের এলাকায় ১৬ মিলিয়ন টন তুষারপাত ঘটে। ঝাং কুইয়াং আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান। | L'effetto derivante ha aumentato la quantità di neve di 16 milioni di tonnellate. |
8 | তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেন, “যখন বেইজিং লম্বা সময় ধরে খরায় ভুগছে, তখন এই সমস্যা দুর করার জন্য কৃত্রিম যে কোন পদ্ধতি ব্যবহারের সুযোগ আমরা হারাতে চাই না”। | “Non vogliamo perdere nessuna opportunità per le precipitazioni artificiali poiché Pechino soffre di una siccità persistente,” ha dichiarato Zhang Qiang, responsabile dell'ufficio per le modificazioni climatiche, ai media di Stato. |
9 | খরার সময় কৃত্রিম ভাবে বৃষ্টি ঝরানোর ইতিহাস চীনের রয়েছে। | Storicamente la Cina aveva già prodotto pioggia artificiale, solitamente per bloccare la siccità. |
10 | এর বাইরে, অন্য সময়ও আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর আকাশ পরিষ্কার রাখার জন্য আকাশে মেঘের পরিমাণ কমিয়ে দেয়, যাতে কম বৃষ্টিপাত ঘটে। | |
11 | এই সমস্ত ঘটনা কোন বিশেষ সময়, যেমন প্রতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া জাতীয় কুচকাওয়াজ প্রদর্শনী অথবা বেইজিং অলিম্পিক গেমসের সময় ঘটানো হয়। আকাশ পরিষ্কার রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। | Altre volte, l'ufficio per le modificazioni climatiche aveva ridotto la pioggia per garantire cieli limpidi, come ad esempio durante la parata della Festa Nazionale a ottobre o alle Olimpiadi di Pechino. |
12 | গত রবিবারে মনুষ্য সৃষ্টি এই তুষারপাতের ঘটনায় নেটিজেনরা ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছে। | I netizen hanno espresso posizioni diverse su quest'ultimo week-end all'insegna della neve artificiale. |
13 | অনেকে আনন্দের সাথে এই তুষারপাতের সৌন্দর্য্যের কথা তুলে ধরেছে, যেমন ব্লগার 鱼干儿 (ইউ গেয়ার। | Alcuni he hanno gioiosamente decantato la bellezza, come il blogger 鱼干儿 [cin] . |
14 | বেইজিং-এর আবহাওয়া অবিশ্বাস্য রকমের চমৎকার দেখাচ্ছে। | Il tempo a Pechino è incredibilmente fantastico. |
15 | কোন রকম সতর্কতা ছাড়াই তুষার ঘটতে শুরু করে। | Senz'alcun preavviso ha iniziato a nevicare. |
16 | এটা এমন এক ধরনের তুষারপাত যা সহজে পরিষ্কার করা যায় না বা একে অপসারণ করা যায় না। | Ed era il tipo di neve difficile da pulire e gestire. |
17 | আমি শুনেছি এই সমস্ত তুষার মানুষের সৃষ্টি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। | Ho sentito dire che fosse neve artificiale. Ma non m'importa. |
18 | আমরা এই ধরনের আবহাওয়া পছন্দ করি। | Amiamo questo tipo di tempo. |
19 | তবে অনেকে বেশ উদ্বিগ্ন, ব্লগার 小米 (জিয়াও মি) লিখেছে | Alcuni, tuttavia, hanno mostrato irritazione. 小米 [cin] ha scritto: |
20 | যখন আমি শুনলাম এটা মানুষের কাজ, তখন আমার মনে হল কে সেই বান্দা, যার মনে হয়েছে বরফ পরার এটাই উপযুক্ত সময়? | Dopo aver sentito che era artificiale, mi sono chiesto chi avrà ritenuto questo il momento giusto per la neve? |
21 | সব জায়গায় লোকজন ঠাণ্ডায় আক্রান্ত হয়েছে এবং বিদ্যুৎ, যানজট এবং শরীর গরম করা নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। | Ovunque la gente è stata colta impreparata dal freddo e da altri problemi spinosi legati all'elettricità, al traffico e al riscaldamento. |
22 | ইন্টারনেট ফোরামে একজন ব্যবহারকারী অভিযোগ করেছে যে সরকারের উচিত ছিল এ ব্যাপারে আগে থেকেই লোকদের সতর্ক করে দেওয়া। তিনি এর সাথে যোগ করেন, এই বরফপাতের কারণে কিছু বিমান নির্ধারিত সময়ে যাত্রা করতে পারে নি। | Su un forum online [cin qualcuno si è lamentato che il governo avrebbe dovuto avvertire in tempo la gente, aggiungendo che molti voli sarebbero partiti in ritardo negli aeroporti. |
23 | আমার দৃষ্টিতে মানুষ প্রকৃতিকে শাসন করতে পারছে, এমন শক্তি অর্জন করা ভালো, এমনকি যদিও এই কারণে বেইজিং-এর নাগরিকরা “শীতে” আক্রান্ত হয়েছে। | A mio parere, lo “spirito umano che addomestica la natura” è positivo, anche se gli abitanti di Pechino si sono ritrovati in pieno inverno. |
24 | তবে যদি তারা সত্যিকার অর্থে খরার কারণে সৃষ্ট সমস্যার সমাধান করতে পারে, তা হলে বরফ নামানোর উদ্দেশ্য সফল। | Se realmente si possono risolvere così i danni causati dalla siccità, allora tutto ciò è meritevole. |
25 | কিন্তু আবহাওয়া অফিস মানুষদের না জানিয়ে যে কাজটি করেছে, সেটি ঠিক হয় নি। | Ma non è giusto che l'ufficio metereologico non abbia informato nessuno per tempo. |
26 | ইন্টারনেটে পোস্ট করা কয়েকটি লেখায় এই চিন্তা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিমভাবে সৃষ্ট তুষারপাত পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলবে? | Alcuni post su Internet hanno anche espresso preoccupazione riguardo ai possibili effetti della neve artificiale sull'ambiente. |
27 | 天的云 (তিয়ান বিয়ান দে ইউন) নামের ব্লগার বিস্মিত এ কারণে যে, কারো কি প্রাকৃতিক আবহাওয়াকে বদলে দেবার অধিকার রয়েছে। | Un blogger, 天边的云 [cin], si è chiesto se qualcuno abbia il diritto di modificare il clima. |
28 | যখন আমরা না জেনেই আবহাওয়াকে অন্ধ ভাবে পাল্টে দিই, সেটি কি পরিবেশের উপর এক বড় ধরনের ক্ষতি করে না? | Ma quando alteriamo il clima alla cieca senza averne ancora ben appreso le leggi, non si provocano forse maggiori danni all'ambiente? |
29 | কৃত্রিম ভাবে এই বরফপাত ঘটানো হয়েছে, কারণ বেইজিং-এ খরা চলছিল। | Ad esempio, la nevicata di questi giorni a Pechino è dovuta alla siccità in corso. |
30 | যদি বাস্তবে এই বরফ সানডং-নামক এলাকায় পড়ার কথা থাকে সেক্ষেত্রে সেখানে কি ঘটবে, (ধরা যাক এটা সানডং এ পড়ার কথা) সেক্ষেত্রে এই কৃত্রিম তুষারপাত কি বেইজিং-এর বদলে সানডং-এ আরো বড় খরার সৃষ্টি করবে না? | Cosa succede se la neve era invece destinata a cadere su Shandong (immaginiamolo solo per un attimo), piuttosto che su Pechino? Ciò comporterà forse una siccità maggiore a Shandong? |
31 | বেইজিং এর একজন ব্লগার ও সাংবাদিক অ্যালেক্স পাস্টেরনাক ট্রি হ্যাগার নামক ব্লগে একটি পোস্টে বিস্তারিত ভাবে লিখেছেন, মানুষের তৈরি এই বরফপাতের প্রভাব কি হতে পারে: | Alex Pasternack, blogger e giornalista a Pechino, ha scritto un post su Three Hugger [in] approfondendo i potenziali effetti della precipitazione artificiale. |
32 | সরকারি হিসেবে এই খরা অক্টোবরের শেষে ৮০০,০০০ হেক্টর জমির উপর প্রভাব বিস্তার করেছে এবং এই তুষার ঝড় স্থানীয় কৃষকদের চাহিদা অনুসারে করা হয়েছে। | La siccità ha colpito 800.000 ettari di terreno agricolo alla fine di ottobre, secondo le stime ufficiali, e si è detto che la tempesta di neve fosse un regalo davvero necessario per gli agricoltori locali. |
33 | কিন্তু এই অঞ্চলের সকল কৃষক এই ঘটনায় লাভবান হবে না। | Ma non tutti gli agricoltori della regione ne hanno tratto beneficio. |
34 | আবহাওয়া নিয়ন্ত্রণের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্য অঞ্চলে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়া। এক বিশেষ এলাকায় শক্তিশালী ঝড় তৈরির কারণে অন্য অঞ্চলের আবহাওয়া পাল্টে যেতে পারে, যাদেরও বৃষ্টির প্রয়োজন রয়েছে। | Un possibile effetto collaterale della modificazione climatica è il fatto di aver deviato le precipitazioni su altre regioni che ne avevano parimenti bisogno, mirando a creare tempeste più forti in una zona ristretta. |
35 | অন্য নেটিজেনরা বরফ নিয়ে মজা করেছে। | Altri netizen hanno ridicolizzato la neve. |
36 | এলিজাবেথ কেইন তার ব্লগে লিখেছে: | Elizabeth Kain ha scritto quanto segue sul proprio blog [in]: |
37 | গতকালের তুষারপাত, গত দশ বছরের মধ্যে সবচেয়ে আগে বরফ পড়ার ইতিহাস সৃষ্টি করেছে। | La neve di ieri è stata la prima in dieci anni. |
38 | আমি নিশ্চিত যে আমার মা বেইজিং বিমান বন্দরে ৭ ঘন্টা ধরে বসে রয়েছে, কারণ সকল বিমান যাত্রা স্থগিত বা বাতিল করা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত এই যাত্রাবিরতির কারণে সুখী হবেন। | Sono sicura che mia madre, che ha atteso all'aeroporto di Pechino per 7 ore dato che tutti i voli da e verso la città sono stati interrotti o cancellati, sarà felice di sapere che il disagio è stato causato dallo Stato. |
39 | তুষারপাত সম্বন্ধে অন্য এক মন্তব্যে এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ রয়েছে: | Un altro commento sulla neve ha infine proposto un'osservazione ironica: |
40 | মার্টিন এম. | Martin M. |
41 | নভেম্বর ২, ২০০৯, বিকেল ৩. ৩০: চীনে এখন সব কিছু তৈরি হয়, এমনকি বরফও। | November 2, 2009 15:30 Tutto made-in-China, anche la neve. |