Sentence alignment for gv-ben-20120126-22202.xml (html) - gv-ita-20120127-52951.xml (html)

#benita
1ভিডিওঃ একটি বছর, একটি বিশ্ব এবং ৫২টি ভিন্ন কাহিনীVideo: “un anno, un mondo” raccontato da 52 storie e Paesi diversi
2ভিডিও সাংবাদিক ম্যাগি প্যাডলেস্কা একটি বছরের জন্য একাকী ভ্রমণ করবে। এক সপ্তাহ একটি দেশ ভ্রমণের মধ্যে দিয়ে সে ৫২ টি দেশ ভ্রমণ করবে।La video giornalista Maggie Padlewska viaggerà da sola per un intero anno, visitando in totale 52 Paesi diversi, uno a settimana.
3এই ভ্রমণের সময় সে প্রচলিত প্রচার মাধ্যমে যাদের সংবাদ খুব কম আসে এমন সম্প্রদায়ের সাথে তাঁর যোগাযোগের উপর ভিত্তি করে চলচ্চিত্র ধারণ, সেগুলোকে সম্পাদনা এবং তৈরি সেগুলোকে ওয়েবে ছাড়বেন, যাতে কম পরিচিত এই সব সম্প্রদায়ের কাহিনী বিশ্বের কাছে পৌঁছে যায়।Durante questo viaggio [en, come gli altri link] realizzerà dei video, da condividere poi in rete, per documentare i suoi incontri con le comunità, le organizzazioni e le persone generalmente dimenticate dall'informazione mainstream, dando così visibilità a storie e situazioni significative ma per lo più ignorate.
4এটাই হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ওয়ার্ল্ড নামক প্রকল্প।Nasce il progetto One Year One World (“Un anno, un mondo”).
5ওয়ান ইয়ার ওয়ান ওয়ার্ল্ড একটি স্বাধীন মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাধ্যমে বিশ্বের কিছু কৌতূহলী ঘটনা, সংবাদ মাধ্যমে তেমন একটা গুরুত্ব পায় না এমন ভাবে বাস করা কিছু জনতা এবং সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।One year One World è un'iniziativa che, attraverso una produzione multimediale indipendente, mira a sviluppare consapevolezza nelle persone e nelle comunità che vivono in alcuni dei posti più belli al mondo, in aree che però sono poco considerate.
6এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে কম পরিচিত জনগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া যাতে তারা বিশ্বের সামনে তাদের কাহিনী তুলে ধরতে পারে, তাদের শিক্ষিত করা এবং তরুণদের অনুপ্রাণিত করা এবং প্রাপ্ত বয়স্কদের বিশ্ব সম্প্রদায় সম্বন্ধে ভাবতে শেখানো, প্রচার মাধ্যমে যোগাযোগের যে অভাব, সে বিষয়ে সেতুবন্ধন রচনায় সাহায্য করা এবং শান্তির প্রচারণা ও বাকী বিশ্বকে বোঝা।La missione nasce con diversi obiettivi: dare alle comunità meno conosciute un'opportunità per condividere le proprie storie con il resto del mondo, istruire e ispirare giovani e adulti a percepire la comunità in senso globale, colmare le lacune dei mezzi di comunicazione e promuovere pace e comprensione nel mondo.
7এই চিন্তাটা প্যাডলেস্কার মাথায় তখন আসে, যখন এক চিকিৎসা বিষয়ক কাজে পানামার এক দুর্গম এলাকায় বাস করা সম্প্রদায়ের উপর তিনি চলচ্চিত্র ধারণ করছিল।L'idea è venuta a Padlewska mentre lavorava alle riprese di una missione medica, presso una remota comunità indigena in Panama.
8যেমনটা সে তাঁর পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করছে। তাঁর এই যাত্রায়, তিনি অনুভব করলেন যে তিনি কেবল সংবাদ ধারণ করতে চান না, যা এই ডাক্তাররা করছে, তিনি এর চেয়ে বেশী কিছু করতে চান।Come spiega in questo video, durante il suo soggiorno si è resa conto che non intendeva semplicemente documentare le attività del gruppo di medici coinvolti, ma sentiva il desiderio di andare oltre.
9তাঁর প্রাথমিক প্রকল্প পানামার এমব্রেয়া নামক সম্প্রদায়ের মধ্যে দিয়ে শুরু হল। এমব্রেয়া হচ্ছে ঐতিহ্যবাহী প্রাক-কলম্বীয় যুগের আদিবাসী সম্প্রদায়, যারা এখনো মধ্য আমেরিকায় টিকে আছে।Il progetto pilota è nato a Panama, a contatto con le comunità della popolazione embera, una delle poche tribù precolombiane rimaste nell'America Centrale.
10আর সম্প্রতি তাদের পূর্বপুরুষদের ভুমি , যার মধ্যে বেশীরভাগ হচ্ছে বন এবং জঙ্গল, সেই এলাকাটিকে এক জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে ।Le loro terre ancestrali, principalmente foreste e giungle, sono diventate di recente un parco nazionale.
11যার ফলে তারা আর এখন এখানে শিকার করতে পারবে না। এর অর্থ হচ্ছে তারা তাদের খাদ্য নিরাপত্তা হারিয়ে ফেলবে এবং তাদেরকে নিজ সম্প্রদায়ের বাইরে থেকে খাবার কিনতে হবে।Questo significa che non hanno più la possibilità di praticare la caccia e, non riuscendo di conseguenza ad assicurarsi il cibo necessario per vivere, sono costretti ad acquistarlo al di fuori della comunità.
12টাকা আয় করার জন্য তারা সংস্কৃতিক পর্যটনের মত বিষয়কে অগ্রাহ্য করেছে এবং এই বিষয়টি প্যাডলেস্কাকে তাদের সাথে যুক্ত করেছে:Hanno iniziato così a vedere il turismo culturale come un mezzo di guadagno, e questo ha suscitato la curiosità di Padlewska:
13শিকার করাকে নিষিদ্ধ করার ফলে এমব্রেয়া জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য পর্যটনের উপর নির্ভর করতে বাধ্য হবে কি?Accettare il turismo come mezzo di sopravvivenza dopo la proibizione della caccia è stata una costrizione?
14ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং সংস্কৃতির মাঝে বেঁচে থাকা এই আদিবাসীদের উপর এ বিষয়টির প্রয়োগ তাদের জীবনে কি বয়ে আনবে?Quali le conseguenze sulle tradizioni e sulla cultura della tribù? La tribù è costretta a subire lo sfruttamento?
15বর্তমানে সরকারে জমিতে বাস করা এমব্রেয়া দুরা এবং এমব্রেয়া কুয়েরারা নামক আদিবাসী সম্প্রদায়কে আমি এই দুটি প্রশ্ন আমি করেছিলাম।Queste sono alcune delle domande che ho posto a due comunità indigene, embera drua ed embera quera, che vivono attualmente in terra governativa.
16এই যাত্রার যে ভিডিও তৈরি করে হয়েছে, তা আমাদের প্রদর্শন করে যে, কি ভাবে এই সকল সম্প্রদায় এই সকল নতুন মাধ্যমের মধ্যে দিয়ে বাইরের সাথে যুক্ত হয়, এবং তাদের ঐতিহ্যবাহী জীবনের উপর প্রভাব তৈরি করে:Il video che documenta questo viaggio ci mostra come i nativi stanno affrontando il nuovo modo di interagire con gli stranieri e quali sono le conseguenze sulle loro tradizioni:
17প্যাডলেস্কা, এই যাত্রার জন্য অর্থ সংগ্রহ করতে সক্ষম হবার সাথে সাথে এক বছরের জন্য আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ এবং দক্ষিণ মধ্য আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়বেন ।Padlewska proseguirà il viaggio appena sarà conclusa la sua raccolta fondi. L'itinerario inizierà in Africa, proseguendo poi nell'Asia sudorientale, nell'Europa orientale, di nuovo in Asia e infine in Centro e Sud America.