Sentence alignment for gv-ben-20130419-35876.xml (html) - gv-ita-20130417-77339.xml (html)

#benita
1পাকিস্তানের প্রগতিশীল ফ্যাশনশিল্পের এক দুর্লভ মুহূর্তPakistan: occhiata ravvicinata all'influente settore della moda
2পাকিস্তানে ধর্মীয় সহিংসতা আর মার্কিন ড্রোন আক্রমণ চলছেই। তবে সাম্প্রতিক ফ্যাশন সপ্তাহ এই অশান্তির মধ্যেও দেশটিতে কিছুটা হলে শান্তি বয়ে এনেছিল।Mentre la violenza religiosa e gli attacchi dei droni USA continuano a flagellare il Pakistan, l'ultima edizione della settimana della moda promette di portare nel Paese un po' di tregua generale.
3ফ্যাশন পাকিস্তান সপ্তাহের লাইভ-স্ট্রিমিং প্রচারিত হয় এপ্রিল মাসের ৯-১০ তারিখে। করাচি থেকে।La Settimana della Moda Pakistana [FPW] [en, come gli altri link] sarà trasmessa in diretta streaming il 9 e 10 aprile 2013 da Karachi e farà da trampolino di lancio alle linee di 27 stilisti pakistani.
4এতে পাকিস্তানের ২৭ জন ফ্যাশন ডিজাইনারের পোশাক প্রদর্শনী হয়েছে।La moda riveste un ruolo enorme nella vita pakistana, un aspetto questo per lo più sconosciuto alla gran parte del mondo.
5বিশ্বের বেশিরভাগ মানুষ জানেই না যে, পাকিস্তানীদের জীবনে ফ্যাশনের ব্যাপক ভূমিকা রয়েছে।
6পাকিস্তান ফ্যাশন সপ্তাহLe Settimane della Moda Pakistana
7২০০৯ সাল থেকে পাকিস্তানে অসংখ্য ফ্যাশন সপ্তাহের আয়োজন হয়েছে। আর এই ফ্যাশন সপ্তাহ আয়োজনের মধ্যে দিয়ে পাকিস্তান বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই শিল্পে তাদের পেশাগত দিক ও বিকাশমান ধারাকে।A partire dal 2009 il Pakistan ha ospitato decine di settimane della moda, che offrono al mondo un raro scorcio su un settore produttivo in pieno sviluppo, gestito con professionalità, che dimostra come le convenzioni culturali in Pakistan non siano così rigide o conservatrici come molti credono.
8এতে অবশ্য পাকিস্তানের মানুষদের সাংস্কৃতিক বিশ্বাস বা রক্ষণশীলতা বাঁধা হয়ে দাঁড়ায়নি।
9এপ্রিলে করাচিতে অনুষ্ঠিতব্য ব্রাইডাল কোচার সপ্তাহ এবং লাহোরে অনুষ্ঠিতব্য অন্য একটি ফ্যাশন সপ্তাহের পরেই ফ্যাশন পাকিস্তান উইকের স্প্রিং/সামার ২০১৩ পর্ব অনুষ্ঠিত হবে।
10ব্রাইডাল ফ্যাশন সপ্তাহ থাকবে বিয়ের পোশাকের জমকালো প্রদর্শনী। গ্লোবাল ভয়েসেস-এর পক্ষ থেকে প্রদর্শনীতে অংশ নেয়া তিনজন ফ্যাশন ডিজাইনারের সাক্ষাৎকার নেয়া হয়েছে।A questa edizione della Settimana della Moda Pakistana per la collezione Primavera/Estate 2013 seguiranno altri due eventi moda in aprile - a Karachi ci sarà la Settimana per l'Alta Sartoria Sposa, per l'abbigliamento matrimoniale, e poi Lahore ospiterà un'altra Settimana della Moda.
11সাক্ষাৎকারে তারা তাদের দেশের পরিস্থিতি, নতুন নতুন ফ্যাশনের উদ্ভাবন ও তৈরির বিষয় নিয়ে কথা বলেছেন:Alla vigilia dell'evento Global Voices ha intervistato tre stilisti, i quali hanno spiegato che, nonostante la situazione nazionale, creano ed innovano in continuazione:
12ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে জারি ফয়সাল।Fashionably yours - Zari Faisal da Faisal Kapadia su Vimeo.
13ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া।Fashionably yours - Hasina Khanani da Faisal Kapadia su Vimeo.
14ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে হাসিনা খানানি।
15ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া।Fashionably yours - MONA IMRAN da Faisal Kapadia su Vimeo.
16ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে মোনা ইমরান। ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া।Gli stilisti sono anche impegnati a mettere a punto forme di alta tecnologia per raggiungere il mercato.
17ফ্যাশন সপ্তাহে ডিজাইনাররা গ্রাহকের কাছে পৌঁছাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারও করেছিলেন। এক্ষেত্রে দারুণ একটা উদাহরণ হলো এই ই-স্টোরটি।Un grande esempio è questo negozio online che, a poche ore dal lancio, metterà queste collezioni a disposizione di tutti coloro che vogliono acquistare i capi a livello locale o internazionale.
18এখানে র‌্যাম্পে হেঁটে বেড়ানো পোশাকগুলো ঘণ্টাখানেক মধ্যেই যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারেন।
19ফ্যাশন পাকিস্তান উইক সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড ভঙ্গ করেছে।Inoltre la Settimana della Moda Pakistana è destinata a superare i confini dei social media del Paese.
20শুধু লাইভ-স্ট্রিমিং-ই হয়নি, ফ্যাশন ব্লগার নাইদা মোঘল এটা নিয়ে লিখেছেন। টুইটারেও অনুষ্ঠানের প্রচারণা চলেছে।Non solo sarà trasmessa in diretta streaming, ma seguiranno l'evento anche blogger di moda come Nida Moughal e alcuni Twitterati del settore.
21যদিও ইন্টারনেট সংযোগ নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ দেশের ইন্টারনেট ব্যবস্থাকে সংযুক্ত রাখার সাবমেরিন ক্যাবলের চারটির মধ্যে দুইটিই নষ্ট ছিল।Internet rappresenta tuttavia anche una grande preoccupazione: l'intera regione risente infatti delle questioni relative alla connessione a banda larga perché sono stati danneggiati due dei quattro cavi sottomarini che collegano il Pakistan alla rete.
22ফ্যাশনের সাথে তালেবানের বিরোধModaioli contro Talebani
23পাকিস্তানের প্রথম ফ্যাশন সপ্তাহ পালিত হয় ২০০৯ সালে। তালেবানরা হুমকি দিয়ে এটি বন্ধ করে দিতে চেয়েছিল।Le preoccupazioni per la sicurezza e le minacce dei talebani alla prima Settimana della Moda Pakistana del 2009 ha segnato anche i primi passi del movimento dei Fashionisti contro Talibani (#FAT).
24এই হুমকিই জন্ম দিয়েছিল তালেবান বিরোধী ফ্যাশন আন্দোলনের (#FAT)। এই ঘটনা পার্শ্ববর্তী দেশসমূহের যুদ্ধ প্রতিনিধিদের পাকিস্তানে টেনে নিয়ে এসেছিল ফ্যাশনের বিষয়টি কাভার করার জন্য।La manifestazione ha attirato i corrispondenti di guerra dai paesi confinanti per parlare di moda, ed è stata fonte di messaggi su Twitter carichi di satira e meme, inoltre questo gruppo Facebook che ha conquistato una posizione di riguardo tra gli utenti dei social media del Paese.
25একই সঙ্গে এটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যঙ্গ টুইট, মিম এবং ফেসবুক ব্যবহারকারীদের কাল্টদের মতো স্ট্যাটাস দেয়ার উৎস হয়েছিল।
26পাকিস্তানী ফ্যাশন ডিজাইনার দীপক পারওয়ানি।Lo stilista pakistano Deepak Perwani.
27ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto usata con licenza.
28সাবাহাত জাকারিয়া ( সাবিজ্যাক)একজন টুইটার ব্যবহারকারী।Sabahat Zakariya (@sabizak_) che sul profilo di Twitter si presenta come una ‘snob al contrario e tweeter della vita' osserva:
29তিনি তার টুইটার প্রোফাইলে লিখেছেন, সামাজিক শ্রেণী ব্যবধানের নিকুচি করি, দিনযাপনের সবকিছু নিয়েই টুইট করি।
30তালেবানবিরোধী ফ্যাশন আন্দোলন নিয়ে তার মন্তব্য হলো:@sabizak_ (Sabahat Zakariya): #FAT “@tammyhaq: Grazie a Dio per la stagione della settimana della moda.
31সাবিজ্যাক (সাবাহাত জাকারিয়া): #FAT “@ তাম্মিহক: ফ্যাশন সপ্তাহ ভালোয় ভালোয় শেষ হওয়ায় ধন্যবাদ।Una dopo l'altra le settimane della moda daranno un po' di sollievo da tutte le lagnanze elettorali”
32একটার পর একটা ফ্যাশন সপ্তাহ আমাদের নির্বাচনের দিকে অতি মনোযোগ থেকে রেহাই দিবে।“In più di un'occasione, sui social media pakistani ci si è pure divertiti a prendere in giro #FAT.
33একাধিক উপলক্ষে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে খোঁচা দেয়ার মতো একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
34মোশাররফজায়েদী) নামের একজন আমলা এবং কলামলেখক সরস মন্তব্য করেছেন:Mosharraf Zaidi (@mosharrafzaidi), “un burocrate in cura ed opinionista noto per le battute pungenti” scrive con sarcasmo:
35মোশাররফজায়েদী (মোশাররফ জায়েদী): পুরাই তালেবান!@mosharrafzaidi (Mosharraf Zaidi): E' così tipicamente talebano!
36আরটি হল্যান্ড_টম: “চমৎকার ডাইনিং আর আবেশ মিলে ফ্যাশন রাষ্ট্রের অসুস্থতার চিহ্ন দেখিয়ে দিচ্ছে।“RT @holland_tom: “In uno stato le buone cene e l'ossessione per la moda sono segni di malattia.
37সেনেকা।” - Seneca.
38#FAT#FAT
39অনুসন্ধানী ব্লগার এবং টুইটার ব্যবহারকারী শহীদ সাঈদ ( শহীদসাঈদ) কিম্ভূত চুলের রঙের জন্য পরিচিত এক পাকিস্তানী রাজনীতিবিদের ছবি টুইট করেন:
40শহীদসাঈদ (শহীদ সাঈদ): শিরীন মাজারির চুল #FAT হতে পারে! twitter.com/afi_alikhan/st… ফ্যাশন পাকিস্তান উইকের মিম।Il blogger investigativo e utente di Twitter Shahid Saeed (@shahidsaeed) pubblica su Twitter la fotografia di una politica pakistana famosa perché si diverte a tingersi i capelli come i punk:
41অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। সামরামুসলিম) একজন আত্মস্বীকৃত জুতো প্রেমিক।@shahidsaeed (Shahid Saeed): Che i capelli di Shireen Mazari siano così #FAT twitter.com/afi_alikhan/st…
42একই সঙ্গে বিপণন পেশায় জড়িত।Meme per la Settimana della Moda Pakistana - utilizzato con licenza
43সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন পাকিস্তান উইক ঘিরে যেসব আলোচনা সেগুলো তিনি টুইট করেন: সামরামুসলিম: #এফপিডব্লিউ এর কাছ থেকে উত্তর আশা করছি।Samra Muslim (@samramuslim), amante dichiarata di scarpe, marketing e media si esprime così sul battage pubblicitario che fa da cornice alla Settimana della Moda Pakistana:
44এটা #পাকিস্তানের #সোশ্যালমিডিয়ার উপর চমত্কার একটি #কেসস্টাডি হতে পারে।@samramuslim: Non vedo l'ora che arrivi la #FPW - penso veramente che sarà un grande socialmedia #casestudy dal #Pakistan!
45শুভকামনা #ফ্যাশনপাকিস্তান ডিপারওয়ানি।Buona fortuna @fashionpakistan @dperwani
46উমাইরমির্জা) “ডিজিটাল যুগে” যোগ দেয়ার মাধ্যমে ফ্যাশন সপ্তাহ উদযাপন করছেন:
47উমাইরমির্জা: #এফপিডব্লিউ এর সবচেয়ে ইন্টারঅ্যাকটিভ আয়োজন বোধহয় এবারই হলো!Umair Mirza (@Umairmirza) ha festeggiato la settimana della moda entrando a far parte dell' “era digitale”:
48আপনার দেখে মনে হবে যেন আপনি অনুষ্ঠানস্থলেই আছেন!@Umairmirza: #FPW più interattiva di sempre !
49ধন্যবাদ #ফ্যাশনপাকিস্তান।Ti sembrerà di essere proprio lì sul posto!
50এটাই বোধহয় ডিজিটাল যুগের ভালোবাসা!Grazie @fashionpakistan. È un amore dell'ERA DIGITALE!
51পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। দেখতে চাইলে এখানে ঢু মারুন:La visualizzazione di questo evento, che può permettere di curiosare un pochino in un aspetto diverso del Pakistan, è disponibile qui: