# | ben | ita |
---|
1 | ইরান: ড: হেশাম ফিরোজী, আরেকজন কারাবন্দী ব্লগার | Iran: Dr. Hesam Firouzi, altro blogger incarcerato |
2 | জেলে থাকা চিকিৎসক ও ব্লগার ড: হেশাম ফিরোজী তার উকিলের মাধ্যমে সর্বপ্রথম বাইরে খবর দিয়েছেন যে ব্লগার ওমিদ রেজা মীর সায়াফি তেহরানের এভিন জেলে মারা গেছেন। | Medico e blogger detenuto, il Dr. Hesam Firouzi è stato il primo a informare, attraverso il suo avvocato, della morte del blogger Omid Reza Mir Sayafi [it] avvenuta pochi giorni fa nel carcere di Evin, a Tehran. |
3 | তিনি বলেছেন যে তিনি জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন মৃতপ্রায় বন্দীকে হাসপাতালে নেয়ার ব্যাপারে কিন্তু তারা অস্বীকার করে। | Il medico sostiene di aver sollecitato gli ufficiali della prigione a mandare in ospedale il detenuto in condizioni critiche, ma che questi si sarebbero rifiutati. |
4 | হিউমান রাইটস ওয়াচ এর সংবাদ অনুসারে, হেশাম ফিরোজি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দীদের বিশ্বস্ত চিকিৎসক হিসাবে কাজ করছেন যার মধ্যে আছে আহমাদ বাতেবি, আকবর গান্জি, আয়াতুল্লাহ বুরুজিরদি, আবুলফজল জাহান্দার, মৃত আকবর মোহাম্মাদি সহ আর আরো অনেকে। | Secondo [in] Human Rights Watch, Hesam Firouzi è stato a lungo considerato un medico affidabile da prigionieri politici come Ahmad Batebi, Akbar Gangi, Ayatollah Burujirdi, AbolFazl Jahandar, Akbar Mohammadi senior e molti altri. |
5 | বিদ্রোহী আদালতের ৬ষ্ট শাখা অনুসারে তার অপরাধ হল রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজসহ, জনসাধরণের মতামতকে উস্কিয়ে দেয়া, মিথ্যাচার ছড়ানো, রাজনৈতিক বন্দীদের আশ্রয় আর চিকিৎসা দেয়া। | I suoi reati, secondo la sesta circoscrizione del Tribunale rivoluzionario iraniano, comprendono attività contro la sicurezza nazionale, provocazione dell'opinione pubblica, diffusione di notizie false, aver offerto rifugio e trattamento medico a prigionieri politici. |
6 | ফিরোজি ১৫ মাসের জেল খাটছেন। | Firouzi sta scontando una sentenza di 15 mesi di detenzione. |
7 | জেলে যাওয়ার কিছুদিন আগে তিনি তার শেষ ব্লগ পোস্ট প্রকাশ করেন। | Il medico ha pubblicato [fa] l'ultimo post poco prima di andare in prigione. |
8 | তিনি লেখেন যে তিনি ইরানের স্বাধীনতার আশা করেন আর তার মেয়ের একটা ছবি প্রকাশ করেন। | Dove parlava di volere la libertà per l'Iran e pubblicava una foto della figlia. |
9 | ডঃ হেশাম ফিরোজির সাত বছরের মেয়ে আভা নীচের কবিতাটি লিখেছে তাদের উদ্দেশ্যে যারা তার বাবাকে জেলে নিয়ে গেছে: | Ava, la figlia di sette anni, ha poi scritto [fa] la seguente poesia rivolta a quanti hanno preso in custodia il padre. |
10 | “আমরা আসল পৃথিবী চাই। | “Vogliamo il mondo reale. |
11 | এটা আমাদের আসল পৃথিবী না কারন এখানে অনেক সংঘর্ষ আছে। | Questo non è il mondo vero perché ci sono tanti conflitti. |
12 | এখন ৫টা বাজে, কষ্ট দিয়ে শেষ। | Adesso sono le cinque del pomeriggio, basta con la tortura. |
13 | এই কবিতা আমার বাবাকে জিজ্ঞাসাবাদকারীদের জন্য কারন আমি চাইনা তারা তাকে আবার গ্রেপ্তার করুক।” | Questa poesia è rivolta a chi sta interrogando mio padre, perché voglio che non lo arrestino un'altra volta.” |
14 | একজন ব্লগার আর মানবাধিকার কর্মী, বেহজাদ মেহরানি তার নিজের ব্লগে আভার অন্য একটা চিঠি প্রকাশ করেছেন: | Sul suo blog Behzad Mehrani, attivista a sostegno dei diritti umani, pubblica [fa] una lettera per Ava: |
15 | হয়তো স্কুলে তোমাকে শেখানো হয় যে যারা ভুল করে তাদের জায়গা হল জেল। | Forse a scuola ti hanno insegnato che la prigione è riservata a chi ha fatto qualcosa di male. |
16 | তারা তোমাকে মিথ্যা বলেনি, কিন্তু তারা সত্যিটাও তোমাকে বোঝায়নি। | Non ti hanno mentito, ma non ti hanno nemmeno detto la verità. |
17 | তোমার বাবা বন্দী কারন উনি একজন সম্মানজনক ব্যক্তি। | Tuo padre è in galera perché è un uomo rispettabile. |
18 | ড: ফিরোজিকে সমর্থনের জন্য একটা পিটিশন শুরু করা হয়েছে। | È stata lanciata [in] una petizione in favore del Dr. Firouzi. |
19 | অনেক ব্লগার, মানবাধিকার কর্মী আর ছাত্র- সংস্থা এরই মধ্যে স্বাক্ষর করেছে। | Parecchi blogger, attivisti per i diritti umani e associazioni studentesche hanno già aderito all'iniziativa. |
20 | দুই বছরের বেশী সময় আগে, ফিরোজি প্রায় তিন সপ্তাহের জন্য জেলে যান। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল একজন পলাতক রাজনৈতিক বন্দীকে লুকানো আর বিদেশী মিডিয়াতে সাক্ষাৎকার দেয়ার। | Oltre due anni fa, Firouzi fu incarcerato [in] per circa tre settimane, accusato di aver nascosto un prigioniero politico evaso e aver rilasciato interviste a media stranieri. |
21 | মুক্তি পাওয়ার পরে জেলে তার অভিজ্ঞতা তিনি তার ব্লগে জানান সরকারী কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি দিয়ে। | Dopo essere stato rilasciato, pubblicò [in] sul suo blog una lettera aperta indirizzata alle autorità governative, in cui descriveva la propria esperienza in prigione. |
22 | তিনি লিখেছিলেন যে তাকে একটা ১৫ থেকে ২০ বর্গ মিটারের কামরায় রাখা হয়েছিল যেখানে আরো ১৯ থেকে ২০ জন বন্দী ছিল। | Il blogger raccontò di essersi trovato in una cella di 15-20 metri quadrati con 19-20 prigionieri. |
23 | তিনি বলেছেন যে জেলের কিছু অংশে মাদক বিশেষ করে গাঁজা সহজে কিনতে পাওয়া যায়। | Aggiungendo che in certe braccia del carcere, si potevano comprare facilmente droghe, soprattutto il crack. |