# | ben | ita |
---|
1 | বাহরাইন: প্রখ্যাত ব্লগার মাহমুদ আল- ইউসিফ গ্রেফতার | Bahrain: arrestato e subito rilasciato il noto blogger Mahmood Al-Yousif |
2 | | Poco dopo le 3 di mattina del 30 marzo, il noto blogger bahrenita Mahmood al-Yousif [en, come per gli altri link eccetto ove diversamente indicato] è stato arrestato nella propria abitazione. |
3 | স্থানীয় সময় রাত ৩ টায় প্রখ্যাত বাহরাইনী ব্লগার মাহমুদ আল-ইউসিফকে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করা হয়। | AGGIORNAMENTO: Mahmood Al-Yusif è stato rilasciato il giorno dopo l'arresto. Prima di uscire scortato dalla polizia, il blogger ha inviato un ultimo tweet: |
4 | পুলিশের সাথে বাড়ী ত্যাগের পূর্বে তিনি টুইট করে তা জানান। | La polizia è venuta a cercarmi Mahmood Al-Yousif, in veste di relatore a un evento locale |
5 | স্থানীয় এক অনুষ্ঠানে মাহমুদ আল-ইউসিফ বক্তৃতা দিচ্ছেন | Al-Yousif è un autorevole blogger che nei suoi articoli più recenti richiamava i bahreniti all'unità. |
6 | [১] সুস্থতা ও সহনশিলতার প্রতি অব্যাহত সমর্থন ফিরে আসা, জনগণকে তাঁদের বিশ্বাস, মূল্যবোধ ও সম্পদ সম্পর্কে চিন্তামুক্ত রাখা, একত্রে বসবাসের জন্য অপেক্ষাকৃত উন্নত অন্যদের চাইতে ন্যায়সঙ্গত জীবন পদ্ধতি খুঁজে বের করা বাহরাইনী হিসেবে আমাদের নিয়তি। | Il 15 marzo aveva scritto: Ho deciso di tornare [in Bahrain] per continuare a abbracciare la causa del buon senso e della tolleranza, per mostrare alla gente che al di là del proprio credo, della condizione sociale o economica, in quanto bahreniti i nostri destini sono legati a filo doppio, ed è nel nostro interesse trovare la giusta forma di convivenza e riuscire ad affrontare le nostre differenze. |
7 | আমি কারো দিকে আঙ্গুল তুলছি না বা কাউকে দোষারোপও করছি না। | Non mi interessa accusare nessuno in particolare, né ripartire le colpe. |
8 | আমি এ দুঃসহ পরিস্থিতির মূল কারণগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি তা সেটা যতই কষ্টকর হোক না কেন। | Ciò che mi interessa è individuare le cause che stanno all'origine del conflitto per poterlo superare, per quanto doloroso possa rivelarsi questo processo. |
9 | জাস্ট বাহরাইনী নামের একটি সাইটের ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন ছিলেন তিনি। | Al-Yousif ha amministrato a lungo il sito web JustBahraini, che si era fatto promotore di una campagna contro ogni forma di settarismo. |
10 | তাঁর সাইটে দলীয় সহিংসতার বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। | Recentemente, aveva raccontato le minacce ricevute da un sostenitore della campagna da parte della polizia. |
11 | পুলিশ কর্তৃক আন্দোলন সমর্থক একজনকে হুমকী প্রদান করা হলে সম্প্রতি তিনি একটি লেখা লিখেন। | Il suo arresto è stato confermato dal fratello e dal figlio, che su Twitter ha scritto: |
12 | তাঁর গ্রেফতারের বিষয়টি তাঁর ভাই এবং ছেলে দ্বারা সমর্থিত। | La polizia è appena arrivata a casa mia e ha arrestato mio padre, Mahmood Al-Yousif. |
13 | তার ছেলে আরিফ আল ইউসিফ টুইট করেন: | @BahrainRights @OnlineBahrain |
14 | পুলিশ এইমাত্র আমার বাড়ীতে এসে আমার বাবা মাহমুদ আল- ইউসিফ-কে গ্রেফতার করে, @বাহরাইনরাইটস @অনলাইন বাহরাইন | |
15 | ছবি রোটারি ক্লাব অব আদলিয়ার সৌজন্যে ক্রিয়েটিভ কমন্স ( সি সি বাই-এনসি-এনডি ২. 0) লাইসেন্সের আওতায় প্রকাশিত। | Foto del Rotary Club di Adliya sotto licenza Creative Commons (CC BY-NC-ND 2.0). |