# | ben | ita |
---|
1 | পেরুঃ আচুয়ার লোকজন তেল কোম্পানিগুলোর হাত থেকে কিভাবে তাদের বাসস্থানগুলোকে বাঁচাচ্ছে | Perù: la lotta del popolo Achuar contro le multinazionali del petrolio |
2 | চুম্পি অ্যান্ড দি ওয়াটারফল (চুম্পি ও ঝর্ণা) ছবিটি ছোট চুম্পি ও তার সমাজ, আচুয়ার সম্প্রদায় যারা পেরু ও ইকুয়েডর সীমান্তে অ্যামাজন রেইনফরেস্টে বসবাস করে, তাদের নিয়ে নির্মিত। | Il film Chumpi & The Waterfall [en, come i link successivi] narra la vita del giovane Chumpi e della sua comunità, il popolo Achuar, che vive nella foresta amazzonica al confine tra Perù ed Ecuador. |
3 | ছবিতে ইংরেজি অনুবাদে, আচুয়ারদের প্রতিদিনের আভিজাত্য এবং তেল কোম্পানির হাত থেকে তাদের পূর্বপুরুষের ভিটেমাটি রক্ষার জন্য তাদের পদক্ষেপ গুলো দেখা যায়। | Nel film, con sottotitoli in inglese, gli Achuar mostrano la ricchezza della loro vita quotidiana e le misure che stanno adottando per tutelare i propri territori ancestrali dalla minaccia delle compagnie petrolifere. |
4 | অ্যামাজন ওয়াচ-এর দি আচুয়ার মুভি ওয়েবসাইটে, আচুয়ার ও অন্যান্য আদিবাসিদের এলাকা এবং একই সাথে সরকার কিভাবে তেল কোম্পানিগুলোকে তাদের ভূমি উচ্ছেদের অনুমতি দিচ্ছে, তাদেরকে যাযাবর ও অনুন্নত হিসেবে বিবেচনা করছে তার সম্পর্কে তথ্যের সম্ভার রয়েছে। | Nel website Achuar Movie realizzato da Amazon Watch, vi è una grande quantità di informazioni sul popolo Achuar e su altre comunità indigene che condividono la stessa regione e le medesime preoccupazioni su come il governo conceda autorizzazioni a imprese petrolifere che sfruttano le loro terre non riconoscendone loro la titolarità e considerandoli sottosviluppati. |
5 | জিপিএস ব্যবহার ও তাদের ভূমিতে চলাচলের মাধ্যমে আচুয়াররা তাদের ভিটেমাটি ও সম্পদের মানচিত্র পরিমাপ করছে, এই আশায় যাতে এই ভূমি ও সম্পদের উপর তাদের অধিকারের স্বীকৃতি দেয়া হয়। | Attraverso l'uso dei sistemi GPS ed effettuando diverse spedizioni, gli Achuar stanno realizzando una mappa del proprio territorio e delle proprie risorse nella speranza di rivendicarne il possesso e il rispetto. |
6 | সাইট থেকে: | Dal sito web: |
7 | চুম্পি অ্যান্ড দি ওয়াটারফল (TeleAndes) ইকুয়েডরের সীমান্তের সাথে হুসাগা নদীর পূর্বে শেষ আদিবাসী সমাজ পেরুভিয়ান অ্যামাজন রেইনফরেস্টের আচুয়ার সমাজের চিচেরতায় নির্মিত হয়েছিল। | Chumpi and the Waterfall (TeleAndes) è stato girato tra gli Achuar di Chicherta nell'Amazzonia peruviana, si tratta dell'ultima comunità situata sulle sponde del fiume Huasaga prima della frontiera con l'Ecuador. |
8 | এই মোহনা এলাকাতে, যেখানে প্রাণী পূর্ণ জঙ্গল এবং মাছপূর্ণ নদী। | La zona in questione rappresenta una sorgente di bacino, un'area in cui la foresta e i fiumi pullulano di animali e pesci. |
9 | জীবন সাধারণত শান্ত ও সুখময়। | La vita giornaliera scorre tranquilla e pacifica. |
10 | চুম্পি, তার বাবা সেচা এবং তার দাদা ইরার, একটি পবিত্র জলপ্রপাতে যায় যেখানে দুই প্রাপ্তবস্ক তরুণদের মত দৃষ্টি পায়। | Chumpi, insieme a suo padre Secha e a suo nonno Irar, parte in direzione della cascata sacra dove entrambi gli adulti avevano ricevuto in gioventù una visione. |
11 | এই জলপ্রপাতসহ আচুয়ার ভূমি তেল নিঃসরণের হুমকির সম্মুখীন। | Le terre degli Achuar, inclusa la cascata, sono in pericolo. |
12 | আচুয়াররা বিশ্বাস করে তেল নিঃসরণ এই বিশুদ্ধ পানিকে দূষিত করবে এবং এর আরুতাম শক্তি চলে যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের দৃষ্টি চিরতরে হারাবে। | Essi credono che lo sfruttamento da parte delle imprese petrolifere condurrà all'inquinamento dell'acqua, alla fuga degli spiriti Arutam che vi dimorano e alla perdita irrimediabile del potere di avere le visioni da parte delle future generazioni. |
13 | সাইটটিতে আচুয়ারদের রোজকার জীবন নিয়ে কিছু ছবির মাধ্যমে, এবং তাদের নির্মিত মানচিত্রসহ আচুয়ারদের জন্য বাসস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে: | Una serie di fotografie, presenti nel website, documenta la vita quotidiana di questo popolo e una spiegazione sull'importanza del territorio per gli Achuar accompagna la relativa mappatura: |
14 | আচুয়ার আবাসভূমির বাইরে জিপিএস বিন্দুর সাহায্যে মানচিত্র | I punti rilevati con GPS sono usati per creare una mappa del territorio Achuar |
15 | এই ভিডিওটি সামাজিক নেটওয়ার্কগুলোতে আচুয়ারদের সম্পর্কে সচেতনতার জন্য ভিডিওটি প্রচারের মাধ্যমে, একটি বৈশ্বিক বিল পাস করে, অ্যামাজন ওয়াচ-এ যুক্ত হয়ে তাদের খবরাখবর নিয়ে, অথবা আচুয়ারদের জন্য অর্থদানের মাধ্যমে আপনি আচুয়ারদেরকে তাদের আবাসস্থল রক্ষার সাহায্যে যুক্ত হতে পারেন। | Ci sono diversi modi per aiutare il popolo Achuar: puoi condividere questo video attraverso i social network per sensibilizzare sulla loro condizione, firmare una Petizione Globale, iscriverti ad Amazon Watch per ricevere aggiornamenti o contribuire economicamente con una donazione. |