Sentence alignment for gv-ben-20140406-42620.xml (html) - gv-ita-20140407-91576.xml (html)

#benita
1মাংস খাওয়ার ব্যপারে নিরুৎসাহিত করতে সিঙ্গাপুরে পোস্টার প্রচারাভিযানSingapore: campagna pubblicitaria provocatoria contro il consumo di carne
2‘কেন একজনকে ভালবাসেন কিন্তু অন্যদের খেয়ে ফেলেন?', এটি হচ্ছে নিরামিষ ভোজনের প্রচারাভিযানে সিঙ্গাপুরের নিরামিষাশী সোসাইটির পোস্টার প্রচারাভিযানের মূল থিম।‘Perché amarne uno e magiare l'altro?', questo è lo slogan della campagna di informazione organizzata dalla Vegetarian Society of Singapore per promuovere il vegetarianismo.
3মাংস খাওয়া কমাতে জনগণকে উৎসাহিত করতে তাদের পোস্টারে একটি পোষা এবং একটি খামার পশুর ছবি দিয়ে তৈরি করা হয়েছে।I manifesti mostrano un cucciolo domestico e un animale da fattoria, al fine di incoraggiare il pubblico a riflettere sul proprio consumo di carne.
4দুই সপ্তাহের পোস্টার প্রচারাভিযানটি আগামী ৯ এপ্রিল, ২০১৪ তারিখে শেষ হবে।La campagna, di durata bisettimanale, terminerà il 9 Aprile 2014.
5গ্রুপটি এর জন্য সিঙ্গাপুরের ব্যস্ততম ট্রেন প্ল্যাটফর্ম সিটি হল মার্ট স্টেশনটি নির্বাচন করেছে।Il gruppo ha scelto la stazione di City Hall MRT, una delle più frequentate di Singapore.
6পোস্টার প্রচারাভিযানটি মূলত: টরন্টোতে করা হয়েছিল।La campagna originale invece è stata ideata a Toronto.
7গ্রুপটি প্রচারাভিযানের যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে:Il gruppo ha spiegato così [en, come tutti i link seguenti] le ragioni della campagna:
8কুকুর এবং বিড়াল আমরা পছন্দ করি এবং ভালোবাসি; আমরা সেগুলোকে আমাদের বন্ধু, আমাদের সঙ্গী হিসাবে চিন্তা করি।Cani e gatti sono amati e adorati; li descriviamo come compagni, amici.
9সেগুলোর অপব্যবহার অথবা অবিচারের খবর শুনলে আমরা অপমানিত বোধ করি। তাদের রক্ষার জন্য আইন তৈরি করি।Ci indignamo davanti a notizie di abuso nei loro confronti e pretendiamo che vi siano leggi per proteggerli.
10প্রকৃতপক্ষে, তাদের খেয়ে ফেলার ধারণাটি সবচেয়ে বেশি অকল্পনীয়।A maggior ragione, la sola idea di mangiarli sarebbe impensabile.
11বিপরীতভাবে, খামার পশু - যারা কুকুর এবং বিড়ালের মতো বুদ্ধিমান ও সংবেদনশীল ​​- তাঁদের শুধু খাদ্য হিসাবে গণ্য করা হয়।Al contrario, gli animali da fattoria - tanto intelligenti, sensibili ed emotivi quanto cani e gatti - sono semplicemente considerati come cibo.
12প্রতিটি পোস্টারে পশুদের প্রতি অবমাননাকে তুলে ধরে চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য উপস্থিত রয়েছে:Ogni manifesto contiene informazioni riguardo ai metodi di allevamento, per sottolineare gli abusi a danno di questi animali:
13অন্যান্যরা যখন পশুগুলোকে ‘খাদ্য' হিসেবে বিবেচনা করে পোস্টারগুলো তখন সচেতন ব্যক্তিদের সেগুলোকে ‘বন্ধু' হিসেবে ভাবার যুক্তিপূর্ণ বিবেচনার আহ্বান জানাচ্ছে।I manifesti hanno l'obiettivo di far riflettere sul perché alcuni animali siano considerati ‘amici' mentre altri semplicemente ‘cibo'. Informazioni sui metodi di allevamento e dati statistici verranno inclusi in ogni manifesto.
14কারখানা চাষ পদ্ধতির কিছু মৌলিক তথ্য এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রতিটি পোস্টারে অন্তর্ভুক্ত থাকবে।Il video seguente, della Vegetarian Society disponibile su YouTube, è stato adoperato dal gruppo per raccogliere fondi per finanziare la campagna.
15নিরামিষাশী সোসাইটির তৈরি এই ইউটিউব ভিডিওটি প্রচারাভিযান পরিচালনার প্রয়োজনে তহবিল বাড়াতে গ্রুপটি ব্যবহার করছে।Veron Lau, presidente del Cat Welfare Society, incoraggia il pubblico a ripensare a come gli animali vengono trattati:
16আমরা প্রাণীদের প্রতি কিরূপ আচরণ করি তা বিড়াল কল্যাণ সোসাইটির সভাপতি ভেরন লিউ জনগণকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে:Amare i nostri animali domestici e allo stesso tempo mangiarne altri, spesso pone gli amanti degli animali davanti ad un dilemma.
17প্রাণীদের মাংস খাওয়া আমাদের পোষা প্রাণীকে ভালবাসার ক্ষেত্রে পশু প্রেমীদের জন্য প্রায়ই উভয়সঙ্কট তৈরি করে।Ci chiediamo se, prendendoci cura di un animale e proteggendolo da abusi e sofferenze non dovremmo fare lo stesso anche con gli altri.
18নিজেদের প্রশ্ন করুন, যদি আমরা যন্ত্রণা থেকে একজনকে বাঁচাতে যত্ন নিই, তবে কি আরেকজনের জন্য আমাদের একই কাজ করা উচিত নয় ? আমরা পশু প্রেমী হয় বা না হই না কেন, সহ-মনোযোগে বাস করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত।Indipendentemente dall'essere o meno amanti degli animali, dovremmo far sì che vivere coscienziosamente diventi una priorità, preoccupandoci anche della provenienza del nostro cibo, dal momento che facciamo parte di una catena di consumo e, di fatto, come collettività abbiamo il potere di determinare un cambiamento etico attraverso le nostre scelte.
19এটি আমাদের ভাবাবে যে আমাদের খাদ্য বা পোষা প্রাণীরা কোথায় থেকে আসছে ?Habib Hassan, uno dei dei viaggiatori intervistati dal The Straits Times, non supporta la campagna:
20কারণ, আমরা একটি খাদ্য শৃঙ্খলের একটি অংশ এবং আমাদের পছন্দের মাধ্যমে নৈতিক পরিবর্তনের প্রভাবিত যৌথ শক্তি আছে।
21স্ট্রেটস টাইমসের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রেন যাত্রীদের মধ্যে হাবিব হাসান নামের একজন বলেছেন, তিনি এই প্রচারাভিযান সমর্থন করেন না:
22সিঙ্গাপুরে নিরামিষাশীরা একটি ছোট গ্রুপ।I vegetariani rappresentano solo una minoranza.
23তাই তাদের প্রচারাভিযানের জন্য পাবলিক স্পেস ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া উচিত নয়।Non dovrebbe essergli concesso di usare spazio pubblico per promuovere la propria causa.
24এই বিজ্ঞাপন পরিষ্কারভাবে পক্ষপাতদুষ্ট এবং মানুষদের নিজেকে দোষী ভাবায়।Questa campagna pubblicitaria è chiaramente di parte e ha lo scopo di provocare senso di colpa nel pubblico.
25আমি যা খেতে চাই তাই আমাকে খেতে দেওয়া উচিৎ।Dovrei avere il diritto di mangiare quello che voglio.
26নীচে নিরামিষাশী সোসাইটির ব্যবহৃত কিছু পোষ্টার:Questi sono alcuni dei manifesti adoperati per la campagna:
27প্রচারাভিযানকে সমর্থন করে নিরামিষাশীদের তোলা সেলফি ছবি।Un autoscatto di alcuni vegetariani che supportano la campagna.