Sentence alignment for gv-ben-20110407-16896.xml (html) - gv-ita-20110408-37299.xml (html)

#benita
1মিশর: বাসবোউসা রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন!Egitto: nota attivista online si candida alle presidenziali
2এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। “বোথাইনা কামেল মিশরের এক টেলিভিশন চ্যানেলের প্রাক্তন অনুষ্ঠান উপস্থাপিকা এবং একটিভিস্ট।Venerdì [1 aprile], in tarda serata, l'ex conduttrice televisiva e attivista egiziana Bothaina Kamel ha espresso via Twitter [ar] l'intenzione di candidarsi alle prossime elezioni presidenziali, diventando la prima donna nella storia dell'Egitto a correre per la carica di presidente.
3তিনি গত শুক্রবার তার টুইটার একাউন্টে [আরবী ভাষায়] কায়রোর স্থানীয় সময়ে ঘোষণা দেন যে, তিনি আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন।È con queste parole che Manar Ammar [en, come tutti i link tranne ove diversamente segnalato] riporta la notizia della candidatura di Bothaina Kamel alle elezioni presidenziali egiziane.
4এর ফলে মিশরের এই সর্বোচ্চ পদের জন্য প্রথম কোন মহিলা তার প্রার্থিতা ঘোষণা করল। মানার আম্মারDa Twitter, dove Bothaina usa lo pseudonimo @basboussa1 [ar/en], arrivano le prime contrastanti reazioni.
5মানার আম্মার এভাবে বোথাইনা কামেল-এর রাষ্ট্রপতি পদে নির্বাচন করার ঘোষণার সংবাদ প্রদান করেন।L'utente @FaresADL [ar/en] sembra non crederci, e scrive a Bothaina chiedendole conferma: @FaresADL: @basboussa1 Ti candidi per davvero alla presidenza?
6বোথাইনা, (@বাসবোউসা১) নামে টুইট করে থাকে, এই ঘটনার পর সে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।
7মনে হচ্ছে ফারেস এই সংবাদটিকে বিশ্বাস করেনি।Fatma Emam, una femminista, commenta così:
8কাজেই সে ভদ্রমহিলাকে বিস্ময়ের সাথে লেখে যে, এটা কি নিশ্চিত কোন সংবাদ, নাকি কেবলই এক গুজব।@fatmaemam: Bothaina Kamel, la prima e unica donna candidata alla presidenza in #Egypt, seguitela sul suo account @basboussa1, per solidarietà. #WomenRights #Jan25
9@ফারেসআদেল: @বাসবোউসা১, আপনি কি সত্যিই রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করবেন?Foto di Bothaina Kamel dal suo account Facebook, scattata nel corso di una manifestazione per la Giornata mondiale contro la corruzione
10ফাতমা এমাম, যে নিজে একজন নারীবাদী, সে এই সংবাদের বিষয়ে লিখেছে:Lara (@FarawlaLawra [ar/en]) pensa si tratti una buona notizia, che sia convinta di votare per lei o meno:
11@ ফাতমাএমাম: বোথাইনা কামেল #মিশরের প্রথম এবং একমাত্র মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী। টুইটারে তাকে @বাসবোউসা১-এর মাধ্যমে অনুসরণ করুন, তার প্রতি একাত্মতায়।@FarawlaLawra: @basboussa1 Sono così orgogliosa e contenta della tua candidatura - è un passo avanti verso una società in cui uomini e donne hanno gli stessi diritti (anche se magari non voterò per te).
12#ওমেনরাইটস #জানু২৫Anche Mahmoud Salem, alias @SandMonkey [ar/en], approva:
13বোথাইনা কামেলের ফেসবুক একাউন্ট থেকে ছবিটি গ্রহণ করা হয়েছে।@Sandmonkey: @basboussa1 a proposito, sono con te, capo. Per ora hai il mio voto.
14বিশ্ব দূর্নীতি প্রতিরোধ দিবসে তিনি এক প্রতিবাদে অংশ নিয়েছিলেন।In questo filmato [ar], caricato da moushebl1 [ar] il 3 aprile 2011, Kamel annuncia l'intenzione di candidarsi.
15@ফারাওয়ালালাওয়ারা: @বাসবোউসা১, আমি খুব্‌ গর্বিত এবং আনন্দিত যে আপনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন-এটি সমাজে সমানাধিকার সৃষ্টির পথ খুলে দেবে (এমনকি যদিও আমি আপনাকে ভোট দেব না)।
16মাহমোউদ সালিম ওরফে @স্যান্ডমাঙ্কি তার সমর্থনে লিখেছে: @Sandmonkey: @basboussa1 ana ma3aky ya rayessah 3ala fekra.Alcuni utenti di YouTube hanno commentato il video esprimendo disaccordo rispetto alla sua scelta.
17এখন পর্যন্ত আপনি আমরা ভোটটি পেতে যাচ্ছেন।MyHamosa: Rifiuto l'idea di farci governare da una donna.
18নীচের ভিডিওটি যা ইউটিউব ব্যবহারকারী মোউশাবেল১ উঠিয়ে দিয়েছেন, সেখানে কামেল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কি কি পরিকল্পনা করেছে, তার ঘোষণা দিয়েছেন।
19[আরবী ভাষায়]। এছাড়াও, উপরের ভিডিওটিতে কয়েকজন ব্যক্তি নির্বাচনে রাষ্ট্রপতি পদে তার প্রার্থিতার বিরুদ্ধে কথা বলেছে।Algeriangirls123: Credo che non riuscirà nemmeno a raggiungere il numero di sostenitori necessario a partecipare alle elezioni. *
20মাইহোমসা: কোন এক নারী আমাদের শাসন করবে, আমি তার বিরুদ্ধে।Radwa El-Shami, infine, si interroga sulle ragioni dell'abbondanza di candidati alla presidenza del Paese:
21আলজেরিয়ানগার্লস১২৩: আমি মনে করি নির্বাচনে প্রবেশ করার জন্য যে পরিমাণ ভোটের দরকার হবে, সেটাই সে অর্জন করতে সমর্থ হবে না!Il numero è in continuo aumento e sto seriamente iniziando a dubitare delle intenzioni e delle ragioni degli aspiranti al trono dell'Egitto.
22সবশেষে,মিশরে ব্যাপক সংখ্যক রাষ্ট্রপতি প্রার্থিতার কারণ সম্পর্কে রাদোয়া এল-শামি প্রশ্ন করেছে:Sembra che non si possa servire il Paese se non si è in cima alla gerarchia, se non si è il presidente.
23আমি জিজ্ঞেস করছি, কেন জনাব.E sì, ammetto di dubitare di chi desidera così ardentemente potere e prestigio.
24শফিক রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চান (৪৫ মিলিয়ন ( ৪ কোটি ৫০) লক্ষ মিশরীয় নাগরিকের মধ্যে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) মিশরীয় নাগরিকের অধিকার রয়েছে তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাখান করার); কেন ড. আমের খালেদকে রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে (এখনো নিশ্চত নয়, তিনি নির্বাচনে দাঁড়াবেন কি না); শেখ হাসান রাষ্ট্রপতি পদে নির্বাচন করার কথা ভাবছেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মিশরের জন্য কি করতে পারবেন (গুজব ছড়িয়ে পড়েছে যে তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হবেন); কেন জনাব.Mi chiedo perché Shafiq sia tra i candidati (almeno dieci dei 45 milioni di Egiziani aventi diritto di voto hanno rifiutato di averlo come primo ministro!); perché Amr Khaled abbia intenzione di presentarsi (notizia non confermata); cosa pensi di poter fare di buono per l'Egitto Sheikh Hassan una volta eletto presidente (voci di corridoio lo danno come candidato); perché Mortada creda di poter essere presidente (ci governerà a suon di minacce, facendo la voce grossa?); perché Bothaina Kamel voglia diventare presidente (femminismo?); perché alcuni stiano cercando di convincere Naguib Sawiris a candidarsi (si tratta di indiscrezioni, anche se lui stesso ha affermato che, personalmente, preferisce Baradei); e infine, mi chiedo quale sia la posizione di Baradei dopo che le masse hanno accettato gli zoppicanti emendamenti costituzionali senza la cui revisione - aveva dichiarato - non si sarebbe candidato.
25মুরতাদা মানসোর কল্পনা করছেন যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন ( তিনি কি হুমকি আর ধমক দিয়ে আমাদের শাসন করবেন); কেন মিজ.E conclude: Non so se sono l'unica che, pessimisticamente, considera questa situazione ridicola; è il motivo per cui scrivo.
26বোথাইনা কামেল রাষ্ট্রপতি হতে চান (নারীবাদী?); কেন অনেকে জনাব.Do voce alle mie preoccupazioni perché ho bisogno di essere rassicurata.
27নাগিব সাউইরিসকে এর অংশ হতে উদ্ধুদ্ধ করছ ( নানা স্থান থেকে সংবাদ পাওয়া যাচ্ছে, কিন্তু সে নিজে ব্যক্তিগতভাবে বলছে যে বারদিই তার পছন্দের প্রার্থী); আমি এর সাথে জানতে চাই, যখন জনতা খোঁড়ানো সাংবিধানিক সংশোধন গ্রহণ করবে, যার কারণে সে রাষ্ট্রপতি হতে অস্বীকার করবে, তখন ড.
28এলবারদির অবস্থান কি হবে। রাদোয়া এর সাথে আরো যোগ করেছেChiedo un'opinione che sia fondata e acuta; cerco qualcuno che parli in modo sensato.
29আমি জানি না আমি কেবল একমাত্র ব্যক্তি কিনা, যে হাতাশার মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ে রসিকতা করছি, এবং এই কারণে আমি তা লিখছি, আমি আমার চিন্তার বিষয়ে কথা বলছি, কারণ আমার পুনরায় নিশ্চিত হওয়া প্রয়োজন।*Secondo gli emendamenti costituzionali approvati tramite referendum lo scorso 19 marzo, tre sono le possibilità [it] per presentare la propria candidatura a presidente (articolo 76): il sostegno di 30 membri delle due camere del Parlamento, la raccolta di 30mila firme in almeno 15 governatorati rappresentativi di varie aree del Paese, l'appartenenza a un partito politico con almeno un rappresentante in Parlamento.
30আমি এক উপযুক্ত তথ্য, অন্তরদৃষ্টি সম্পন্ন মতামত চাইছি; আমি এমন একজনের খোঁজ করছি, যে চিন্তা ভাবনা করে কথা বলে।Questo post fa parte del nostro speciale sulla Rivoluzione in Egitto 2011.