Sentence alignment for gv-ben-20080826-1160.xml (html) - gv-ita-20080828-274.xml (html)

#benita
1ভেনেজুয়েলা: এন্টোনিও লরো এবং তার ক্লাসিকাল গীটারVenezuela: Antonio Lauro e la sua chitarra classica
2‘সংস্কৃতি কিভাবে একজন মানুষের সত্বার অন্তর্গত অংশ হতে পারে' এর এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই এন্টোনিও লরোর ৯১তম জন্মদিনে তাকে সবাই স্মরণ করছে।Nel 91° anniversario della nascita Antonio Lauro viene ricordato come il miglior esempio della simbiosi tra cultura e identità di una persona.
3সিউদাদ বলিভারে জন্ম নেয়া একজন খুবই মেধাসম্পন্ন কম্পোজার হিসেবে লরো গীটারে বাজানোর জন্যে ওয়ালজ এবং অন্যান্য সুর রচনা করেছেন।Compositore di grande talento, Lauro nacque a Ciudad Bolívar [in], Venezuela, e ha composto parecchi valzer e pezzi per chitarra spesso suonati da famosi chitarristi nazionali e internazionali.
4তার এই সুরগুলো বাজিয়েছেন বহু দেশী ও বিদেশী গীটারশিল্পীরা। এছাড়াও ট্রিও কান্তোরেস ডেল ট্রপিকো সঙ্গীতদল এর অংশ হিসেবে লরো ভেনেজুয়েলার সঙ্গীত ভুবনে বহু অবদান রাখতে সক্ষম হয়েছেন।Allo stesso tempo, come membro del gruppo Trio Cantores del Trópico, Lauro contribuì allo sviluppo del patrimonio musicale venezuelano convertendo partiture musicali europee in melodie somiglianti a tipiche composizioni venezuelane.
5তার বৈশিষ্ট ছিল যে তিনি ইউরোপের মূল সঙ্গীতের কাঠামোকে ভেনেজুয়েলার ঐতিহ্যগত সঙ্গীতে মিশ্রন করিয়েছেন।
6ভেনেজুয়েলার সঙ্গীতকে ছড়িয়ে দেবার জন্যে তিনি পার্শ্ববর্তী দেশগুলোতে বহুবার ভ্রমণ করেছেন।Puntando alla diffusione della musica venezuelana, fece anche molti tour nei Paesi vicini.
7কয়েকজন ভেনেজুয়েলান ব্লগার যেমন লাস কোসাস দো রোজা ব্লগ (স্প্যানিশ ভাষায়) এর রোজা লরোকে স্মরণ করছেন এবং এই সঙ্গীতজ্ঞ সম্পর্কে একটি লেখায় (লিন্ক, বাজনা এবং ছবি সহ) বলেছেন যে:Tra gli altri blogger venezuelani, Rosa su Las Cosas de Rosa [sp] lo ricorda con un post interessante (inclusivo di file musicali, link e fotografie) dove si legge fra l'altro:
8এন্টোনিও লরো ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ গীটারশিল্পী এবং এই সঙ্গীতযন্ত্রের আন্তর্জাতিক মানকেও সমৃদ্ধ করেছেন।Antonio Lauro è considerato uno dei maestri di chitarra più importanti dell'America Latina, e ha anche contribuito ad ampliare in modo decisivo il repertorio universale di questo strumento.
9এডুয়ার্ডো কাসানোভা তার ব্লগ লিটারানোভাতে লিখেছেন:Eduardo Casanova scrive invece nel suo blog Literanova [sp]:
10তিনি আমার স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, যেখানে তিনি একটি ছোট্ট সঙ্গীতদল তৈরী করেছিলেন, যেমনটি তিনি বহু স্কুলে করেছেন।
11তার এই প্রবণতা তাকে ভেনেজুয়েলার সফল সঙ্গীত আন্দোলনের অন্যতম রুপকার হিসেবে দাড় করিয়েছে। গর্বের সাথে জানাচ্ছি যে আমার সুযোগ হয়েছে ইউরোপের নামকরা রেডিও স্টেশনগুলোতে তার বাজানো সঙ্গীত শোনা।È stato il mio professore di musica al collegio Santiago de Leon di Caracas, dove, come già aveva fatto in molti altri collegi, istituì un piccolo coro e per questo fu considerato il vero creatore del grande movimento corale venezuelano.
12অধ্যাপক লরো ভেনেজুয়েলার, এমনকি ল্যাটিন আমেরিকার সবচেয়ে খ্যাতিসম্পন্ন কম্পোজার।Mi ha riempito di orgoglio aver ascoltato le sue opere trasmesse dalle radio europee.
13“নাটালিয়া” হচ্ছে ভেনেজুয়েলার আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি উদাহরণ।Il Professor Lauro è il compositore più riconosciuto di tutto il Venezuela, se non addirittura dell'intera America Latina.
14লরো তার একমাত্র মেয়ের জন্যে এটি রচনা করেছিলেন।“Natalia” è uno dei pezzi più rappresentativi della musica “classica” venezuelana moderna.
15বর্তমানকালে এর সূক্ষ্ণ সৌন্দর্যের জন্যেই লোক এটি শুধু পছন্দ করে না, নবীন গীটারশিল্পীদের জন্যে এটি একটি কষ্টসাধ্য বাজনাও বটে (যা এই ভিডিওর নীচে মন্তব্য পড়ে বোঝা যাবে)।Lauro la scrisse per la figlia unica, e oggi non solo viene apprezzata per la sua raffinata bellezza, ma anche perché è un brano impegnativo che mette alla prova molti chitarristi (come confermano i commenti in calce al seguente video):
16টান টোচে একটি মজার ভিডিও পোস্ট করেছে যেখানে নামী শিল্পীরা “নাটালিয়া” বাজানোর চেষ্টা করছেন।Il blog di Tan Toche pubblica invece l'interessante video che segue dove diversi artisti famosi si cimentano in “Natalia”.
17এই ভিডিওতে লোরো তার পৌত্রী মারিয়া ক্রিস্টিনার জন্যে একটি বিশেষ গীটারে ঘুমপাড়ানী গানের সুর তুলছেন:In quest'ultimo video, infine, Lauro suona la ninna nanna composta per la nipotina María Cristina, utilizzando una chitarra costruita appositamente per lui.