# | ben | ita |
---|
1 | বিশ্ব ব্যান্ক চলচ্চিত্র প্রতিযোগীতা – জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রেক্ষাপট | Banca Mondiale, Concorso di cortometraggi sul tema: “Dimensioni sociali dei mutamenti climatici” |
2 | জলবায়ু পরিবর্তন সমাজে কি প্রভাব ফেলছে এ নিয়ে বিশ্ব ব্যান্ক ২-৫ মিনিটের স্বল্পদৈর্ঘ ডকুমেন্টারীর ভিডিও প্রতিযোগীতার আয়োজন করেছে এবং এর জন্যে বিশ্বব্যাপী জনসাধারণের কাছ থেকে ভিডিও আহ্বান করছে। | La Banca Mondiale ha indetto un concorso per la presentazione di brevi documentari (dai 2 ai 5 minuti) che mostrino aspetti e ripercussioni sociali del cambio climatico. Il termine ultimo per partecipare al concorso è il 24 ottobre 2008; si auspica in particolare la partecipazione di giovani dei Paesi in via di sviluppo. |
3 | ভিডিও জমা দেবার শেষ তারিখ ২৪শে অক্টোবর, ২০০৮। | I temi possono essere scelti tra le seguenti categorie: |
4 | তারা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে (যুবারা অগ্রগণ্য) অন্তর্ভুক্তি চাইছে যেগুলো নিন্মের যে কোন বিষয়ে হতে পারে: | |
5 | - সংঘাত: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক সম্পদের অভাব দেখা দেয় এবং এতে অর্থনৈতিক এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংকট দেখা দেয়। তাই এটি কিভাবে সামাজিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতে রুপ নেয়? | - Conflitti: I mutamenti climatici causano scarsità di risorse, instabilità economica e in molti casi anche politica; in che modo ciò può portare a disordini sociali e conflitti armati? |
6 | - অভিবাসন: জলবায়ু পরিবর্তন এবং জনগোষ্ঠির অভিবাসনের মধ্যে কোন সম্পর্ক আছে কি? | - Migrazioni: Qual è la relazione tra i cambiamenti climatici e l'emigrazione dei popoli? |
7 | - সামাজিক নীতি: জলবায়ু পরিবর্তনের হুমকিগুলো ঠেকাতে সরকার কি কার্যকর সামাজিক নীতি গ্রহণ করছে? | - Politiche sociali: In che modo i governi elaborano politiche sociali atte ad affrontare efficacemente le sfide del mutamenti climatici? |
8 | - খরাপীড়িত অঞ্চল: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরাপীড়িত অঞ্চল কি সামাজিক পরিবর্তন আনছে? | - Zone aride: Quali sono le risposte a livello sociale nelle zone aride in relazione ai cambiamenti climatici? |
9 | - শহুরে অঞ্চল: শহুরে অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার নিমিত্তে নেয়া ব্যবস্থাগুলি কতটুকু গরীবদের কথা চিন্তা করে করা হয়? | - Spazi urbani: In che modo i provvedimenti per l'adattamento al cambio climatico prendono in considerazione le necessità dei poveri che vivono in ambienti urbani? |
10 | - গ্রামীন প্রতিষ্ঠানগুলো: কৃষিপ্রধান গ্রামীন সমাজে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ঠেকানোর জন্যে কি পদক্ষেপ নিচ্ছে এবং তারা সমস্যাগুলো সমাধানে আগ্রহী কি না? | - Istituzioni rurali: In che modo le istituzioni locali delle società agrarie creano le competenze atte a gestire i rischi legati ai mutamenti climatici e quali tipi di soluzioni propongono? |
11 | - আদিবাসী জনগোষ্ঠি: আদিবাসীরা কি করে জলবায়ুর বিরুপ পরিবর্তনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে অথবা খাপ খাইয়ে নিচ্ছে। | - Popolazioni indigene: In che modo gli indigeni rispondono e si adattano all'impatto dovuto al cambio climatico? |
12 | - লিঙ্গ: জলবায়ু পরিবর্তন কি পুরুষ কিংবা মহিলা, ছেলে বা মেয়েদের উপর ভিন্নভাবে প্রবাব ফেলছে? | - Genere: I mutamenti climatici hanno implicazioni diverse per uomini e donne, ragazzi e ragazze? |
13 | কোথায় এবং কিভাবে এই ভেদটুকু বোঝা যাচ্ছে? | Come o dove è possibile trovarne degli esempi? |
14 | - সরকার পরিচালনা: জলবায়ু পরিবর্তন ঠেকাতে সামাজিক জবাবদীহিতা কি করে স্থাপন করা যায়? | - Governo: Come promuovere la responsabilità sociale nell'attivismo per il clima? |
15 | - বনজঙ্গল: বন উজাড় বা পাহাড় কাটার ফলে সৃষ্ট পরিবেশ কলুষ রোধে স্থানীয় সমাজ কি পদক্ষেপ নিতে পারে বা তাদের কি বাধা রয়েছে? | - Foreste: Quali minacce e quali opportunità derivanti dalla deforestazione e dal degrado esistono per le comunità locali impegnate a ridurne le emissioni? |
16 | - মানবাধিকার: জলবায়ু পরিবর্তন মানবাধিকারে কি প্রভাব ফেলে? | - Diritti umani: Quali le implicazioni del cambio climatico sui diritti umani? |
17 | এই প্রতিযোগীতা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে। | Ulteriori informazioni sul concorso sono disponibili qui. |
18 | নীচে অন্তুর্ভুক্তির আহ্বান করে একটি ভিডিও দেয়া হলো: | Di seguito il video di convocazione del concorso. |