Sentence alignment for gv-ben-20130131-35052.xml (html) - gv-ita-20130131-74247.xml (html)

#benita
1মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধনCina: la storia maoista ritoccata dalla propaganda
2২৯-৩০শে জানুয়ারী, ২০১৩ শীর্ষ দশ মাইক্রো ব্লগের অন্যতম চীনের সবচেয়ে প্রভাবশালী মাইক্রো ব্লগিং মঞ্চ সিনা ওয়েইবোতে ঐতিহাসিক ছবির একটি সেট রয়েছে যাতে মাও যুগের (১৯৪৯-১৯৭৬) চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো হয়েছে।Uno dei maggiori blog su Sina Weibo pubblica un serie di foto storiche [zh] che rivelano due versioni della storia del periodo maoista (1949-1976) [en].
3“ইতিহাস কিভাবে সংশোধন করা হয়েছে?” এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ @পঙইয়ং প্রকাশিত কোলাজ আকৃতির মাইক্রো ব্লগটিতে একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে।Il collage pubblicato da @Pongyoung sotto il titolo: “Come è stata cambiata la storia?”, è stato condiviso 11362 volte con 2237 commenti in un solo giorno.
4প্রথমে ছবিগুলো এবং এদের ব্যাখ্যা ifeng.com (ইফেঙ্গ. কম) এর ইতিহাস চ্যানেলে [চীনা ভাষায়] প্রকাশিত হয়েছিল।Le foto e le didascalie originali era già apparse su sul sito ifeng.com [zh].
5আমাদের পাঠকদেরকে চীনা ইতিহাসের দুটি সংস্করণের মধ্যে পার্থক্য দেখতে সাহায্য করার জন্যে আমি কোলাজটি কেটে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ১০টি ছবির সেট বানিয়েছি।Per aiutare i lettori a percepire le differenze tra le due versione della storia, ecco il collage di 10 foto con brevi didascalie.
6দ্বিতীয় ছবিটিতে অনুপস্থিত ব্যক্তি চীনা কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা লি বিয়াও ১৯৭১ সালে মস্কোতে পালানোর ব্যর্থ প্রচেষ্টার পরে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হন।La persone mancante della seconda foto è Lin Biao, l'ex leader del Partito Comunista Cinese che è stato condannato come traditore, a seguito del suo tentativo fallito di fuga verso Mosca nel 1971.
7পালানোর সময় তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।E' stato ucciso in un incidente aereo durante la sua fuga.
8অনুপস্থিত ব্যক্তিটি বিশিষ্ট চীনা কমিউনিস্ট সামরিক নেতা পেং দেহুয়াই।La persone mancante è Peng Dehuai, che è stato un prominente leader militare comunista.
9সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি অভিযুক্ত হন এবং ১৯৭৪ সালে কারাগারে মারা যান।E' stato perseguitato durante la Rivoluzione Culturale e morì in prigione nel 1974.
10মাও জেডং এবং জোসেফ স্তালিন: ছবি সংশোধনীর মাধ্যমে যুগের দু'জন মহান নেতাকে আলাদা করা হয়েছে।La modifica dell'immagine è stata fatta per individuare i due grandi leader dell'epoca: Mao Zedong e Joseph Stalin.
11নেতাকে গুরুত্ব দেওয়ার জন্যে অপ্রাসঙ্গিক ব্যক্তিদেরকে মুছে দেওয়া হয়েছে।Le persone non pertinenti sono state cancellate per evidenziare il leader.
12অনুপস্থিত ব্যক্তি পেং ঝেন, একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) নেতা।La persona mancante è Peng Zhen, anche lui una volta un leader del PCC.
13সাংস্কৃতিক বিপ্লবের সময় রাষ্ট্র বিষয়ে সাহিত্যের ভূমিকা নিয়ে মাও-এর দৃষ্টিভঙ্গীর সঙ্গে তার বিরোধিতার কারণে তাকে সরিয়ে ফেলা হয়েছে।E' stato purgato durante la Rivoluzione Culturale per essersi opposto alla visione di Mao sul ruolo della letteratura in relazione allo stato.
14মঞ্চ দেখা যাচ্ছে না বলে ছাতা এবং এদের বহনকারীদের মুছে ফেলা হয়েছে।Gli ombrelli e coloro che li tenevano hanno ostruito la scena, e quindi sono stati cancellati.
15ছবিটি ১৯২৭ সালে বুদ্ধিজীবি এবং লেখকদের একটি দলের মধ্যে তোলা হয়েছিল - ঝৌ জিয়ানরেন, জু গুয়াংপিং, লু জুন (বাম থেকে সামনে) এবং সান জিফু, লিন ইউতাং, সান ফুইউয়ান (বাম থেকে পিছনে)।Foto scattata originariamente nel 1927 tra un gruppo di intellettuali e scrittori - Zhou Jianren, Xu Guangping, Lu Xun (in alto da sinistra) e Sun Xifu, Lin Yutang, Sun Fuyuan (in basso da sinistra).
16১৯৪৯ সালে লিন ইউতাং তাইওয়ানে পালিয়ে যান এবং ১৯৭৭ সালের মার্চে ছবিটি পুন:প্রকাশের সময় লিন ইউতাং এবং সান জিফুকে মুছে দেওয়া হয়েছে।Lin Yutang scappò a Taiwan nel 1949 e a Marzo del 1977 quando la foto fu ripubblicata, Lin Yutang e Sun Xifu furono cancellati.
17গণমুক্তি বাহিনীর যোদ্ধা লেই ফেংকে মৃত্যুর পর একজন আদর্শ নাগরিক হিসেবে গণ্য করা হয়।Lei Feng, un soldato dell'esercito dell'Armata di Liberazione Popolare, è stato ritratto come un cittadino modello dopo la sua morte.
18রাজনৈতিক প্রচারণার চিরসবুজ প্রতীক হিসেবে একটি পাইন গাছকে তার ছবির পটভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে।Lo sfondo della sua foto è stato cambiato con alberi di pino, che simboleggiano gli intenti sempreverdi della propaganda politica.
19মাও-এর যুগে ছবিটি প্রকাশের সময় মাও জেডং এর সঙ্গে ১৯৩৭ সালে রেড আর্মির শিবিরে প্রশিক্ষণ নেওয়া অনেক কমরেড অনুপস্থিত।Molti camerati che sono stati addestrati con Mao Zedong nel campo dell'Armata Rossa nel 1937 sono scomparsi quando la foto è stata pubblicata in epoca maoista.
20১৯৮৬ সালে শুধুমাত্র দেং জিয়াও পিং এর যুগে আসল ছবিটি জনসমক্ষে এসেছে।La foto originale è tornata a galla nel 1986 durante il periodo di Deng Xiaoping.
21অনুপস্থিত ব্যক্তি রেন বিশি একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) সামরিক এবং রাজনৈতিক নেতা।La persona mancante è Ren Bishi, un leader politico e militare del PCC.
22এই ছবিটি ১৯৪০ সালে ঝৌ এনলাই এবং মাও জেডং এর সঙ্গে তোলা।La foto fu scattata nel 1940 con Zhou Enlai e Mao Zedong.
23চীনা মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ এবং ইউএসএসআর-এ (সোভিয়েত প্রজাতন্ত্র) হাসপাতালে ভর্তি থাকার জন্যে সমালোচিত হওয়ার কারণে তাকে মুছে ফেলা হয়েছে।Ren è stato cancellato in quanto venne criticato durante la Guerra di Liberazione, quando ammalatosi venne ricoverato in un ospedale in URSS.