# | ben | ita |
---|
1 | কম্বোডিয়ার গার্মেন্টস কারখানার মানচিত্র | Cambogia: mappatura trasparente per il settore tessile |
2 | কম্বোডিয়ার সেন্টার ফর হিউম্যান রাইটস কম্বোডিয়ার গার্মেন্টস কারখানাগুলোর একটি মানচিত্র চালু করেছে। | |
3 | এই মানচিত্রে প্রতিটি কারখানার স্থান, মালিকের জাতীয়তা, শ্রমিকের সংখ্যাসহ এই শিল্পের যাবতীয় তথ্য জানা যাবে। কম্বোডিয়ায় কমপক্ষে ৫৫৮টির মতো গার্মেন্টস কারখানা আছে। | Il Centro per i Diritti Umani della Cambogia [en, come gli altri link] ha compilato una mappa delle fabbriche di abbigliamento presenti nel Paese, nella quale vengono forniti dati riguardo ai singoli stabilimenti, come l'ubicazione, la nazionalità dei proprietari e il numero di addetti impiegati. |
4 | এই কারখানাগুলো অ্যাডিডাস, কেলভিন কেইন, ক্লার্কস, এইচঅ্যান্ডএম, লিভাইস, ম্যাকিস, নাইকি, ওল্ড নেভি, পুমা, রিবক, গ্যাপ, ওয়ালমার্ট-সহ আরো অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরি এবং সরবরাহ করে। | Ci sono almeno 558 industrie tessili in Cambogia che producono e forniscono capi d'abbigliamento a marchi internazionali come Adidas, Calvin Klein, Clarks, H&M, Levi's, Macy's, Nike, Old Navy, Puma, Reebok, The Gap, WalMart e molti altri. |
5 | এই মানচিত্র প্রকল্পের উদ্দেশ্য হলো, মালিকানা এবং কারখানার কর্মপরিবেশ সম্পর্কে যেসব কথা উঠেছে সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা। | Scopo del progetto è di rendere più trasparenti le informazioni sulla proprietà e sulla catena di distribuzione dei prodotti tessili, alla luce delle proteste sempre più accese riguardo alle condizioni di lavoro [it] applicate in questi stabilimenti. |