Sentence alignment for gv-ben-20100601-11068.xml (html) - gv-ita-20100528-20011.xml (html)

#benita
1হান্গেরী: বন্যার উপর তৈরি করা ব্লগারদের ছবি ও ভিডিও সংবাদUngheria: foto e video dei residenti locali sulle alluvioni in corso
2গত সপ্তাহে মধ্য ও পূর্ব ইউরোপে যে বন্যা শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি।Le inondazioni che nelle scorse settimane hanno imperversato nell'Europa centrale e orientale non sembrano cessate.
3হান্গেরীর এক সংবাদ সংস্থা এমটিআই, তারা এক সংবাদে জানায় যে, ১৫ মে তারিখে নদীর তীর জুড়ে ৯৩০ কিলোমিটার পর্যন্ত সাময়িক বাঁধ রক্ষার ব্যবস্থা করা হয়, এর জন্য ৩.
4৬ মিলিয়ন বালুর বস্তা ব্যবহার করা হয় এবং এর জন্য দেশটি ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে ইইউ গণ নিরাপত্তা পদ্ধতি (ইইউ সিভিল প্রটেকশন মেকনিজম) নামক সাহায্যের আবেদন জানিয়েছে।
5অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানী এবং নেদারল্যান্ড, হান্গেরীকে ২. ১২ মিলিয়ান বালুর বস্তা প্রদান করার অঙ্গীকার করেছে।L'agenzia giornalistica ungherese MTI riferisce [en] che fin dal 15 maggio sono in corso operazioni di sistemazione temporanea su 930 km di sponde fluviali, con 3,6 milioni di sacchi di sabbia, e chiede un maggior intervento da parte della protezione civile dell'Unione Europea.
6ব্লগাররা তাদের বাড়ির চারপাশ থেকে বন্যায় আক্রান্ত এলাকার ছবি তুলেছে।L'Ungheria ha ricevuto offerte fino a 2,12 milioni di sacchi di sabbia da Austria, Croazia, Repubblica Ceca, Danimarca, Germana e Olanda.
7এদের একজন সিজিকসোজো শহরের বেজসফ্ট। সিজিকসোজো উত্তর হান্গেরীর একটি শহর।I blogger locali non hanno mancato di scattare foto nei pressi delle loro abitazioni, nelle zone interessate dal disastro naturale.
8বেজসফ্ট তার ব্লগে (হান্গেরী ভাষায়) একটি মন্তব্যে লিখেছে (হান্গেরীয় ভাষায়) যা এই সমস্ত ছবি সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রদর্শন করছে না কারণ এরপর সেই সমস্ত ব্লগারদের আর ছবি তোলার মত পরিস্থিতি ছিল না।Tra questi Basesoft, che da Szikszó [en], cittadina dell'Ungheria settentrionale, rilancia testimonianze personali [hu] sul suo blog [hu], affermando che le foto non mostrano gli aspetti peggiori della situazione, perché in quei momenti non c'è stato tempo per scattare delle foto.
9ছবি বেজসফ্টের সৌজন্যেFoto nei pressi di Sziksz, per gentile concessione di Basesoft
10জাসল্ট সেজেনটিরমাই একই ঘটনার উপর ধারাবাহিকভাবে বেশ কিছু ছবি প্রকাশ পোস্ট করেছে যা সাটোরালজাউজেলির বন্যার উপর তোলা।Zsolt Szentirmai ha pubblicato una serie di foto [hu] sull'alluvione a Sátoraljaújhely [en], sempre nell'Ungheria settentrionale, vicino al confine slovacco.
11এই এলাকাটিও উত্তর হান্গেরীতে অবস্থিত। এটি স্লোভাক সীমান্তের কাছের এক এলাকা।Da Heréd [it], HL rilancia in successione tre serie di foto qui, qui e qui [hu], proponendo immagini dell'alluvione e dei relativi interventi di protezione.
12হেরেড (হান্গেরীয়) থেকে এইচএল তিনটি লেখা পোস্ট করেছে (হান্গেরীয় ভাষায়, এখানে, এখানে এবং এখানে) যেগুলোতে তিনি বন্যার ছবি ও বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কাজ করা হয়েছে তার ছবি যুক্ত করেছেন।
13এই লেখায় ছবি এবং স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়েছে, এর প্রথম খণ্ডে এমন এক অংশ রয়েছে যাকে ট্রান্সদানিয়ুব বলে অভিহিত করা হয়, এবং দেশটির উত্তরে যে সমস্ত পাহাড় রয়েছে সেখানে ২০ থেকে ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। কোন কোন এলাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টি পড়েছে।Il video che segue raccoglie diverse immagini e brevi filmati, riferendo nella prima parte che nella zona denominata Transdanubia [en] e nelle montagne a nord del Paese, sono caduti da 20 a 60 mm. di pioggia, raggiungendo in alcune zone gli 86 mm. I brevi video mostrano le aree del Paese che hanno subito i danni maggiori dalle recenti inondazioni.
14এই সমস্ত সংক্ষিপ্ত ভিডিওতে দেশটির সেই সমস্ত এলাকাকে তুলে ধরা হয় যেগুলো এই বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।Le riprese sono state girate da Bantabas [hu], che vi ha aggiunto una descrizione, suggerendo altresì a chi segue il video di prestare soccorso ovunque ne abbia la possibilità.
15বনাটাবাস, যিনি এই ভিডিও দৃশ্য ধারণ করেছেন, তিনি এর সাথে এবং কিছু ছবির ক্ষেত্রে বর্ণনা যুক্ত করেছেন, যারা এই ভিডিওটি দেখেছে তারা যেখানে থাকুক না কেন, যেন এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে।