# | ben | ita |
---|
1 | ফিলিস্তিনঃ যুব কর্মী ফাদি কুরান ইজরায়েলি কারাগার থেকে মুক্ত | Palestina: rilasciato l'attivista Fadi Quran |
2 | ফিলিস্তিনের যুব কর্মী ও স্ট্যানফোর্ড এলামনাই ফাদি কুরান, ছবি- জেফ মেন্ডেলম্যান-এর অনুমতিক্রমে | Il giovane attivista palestinese ed ex-studente di Stanford Fadi Quran. Foto di Jeff Mendelman. |
3 | ফিলিস্তিনী যুব কর্মী ফাদি কুরান ইজরায়েলি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। | Uso autorizzato. Lo scorso 28 febbraio il giovane attivista palestinese Fadi Quran è stato rilasciato su cauzione dal carcere israeliano in cui era detenuto. |
4 | এক ডজনের বেশি টুইটার ব্যবহারকারী তাঁর এ মুক্তির সংবাদে আনন্দ প্রকাশ করে বার্তা প্রেরণ করেছেন। | La notizia è stata accolta con grande gioia da dozzine di utenti su Twitter. |
5 | ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুত্তাব টুইটারে তাঁর গ্রেফতারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন: | Alla notizia del suo arresto, il giornalista palestinese Daoud Kuttab aveva così commentato su Twitter: |
6 | @দাউদকুত্তাব: আরও ২ জন ফিলিস্তিনির সাথে ইজরায়েলিরা আমেরিকান ফিলিস্তিনী অহিংস কর্মী @ ফাদি কুরানকে ইসরাইলের ভেতরে নিয়ে গেছে। | @daoudkuttab: Gli israeliani hanno preso e gettato in prigione l'attivista palestinese-americano @fadiquran insieme ad altri due palestinesi. |
7 | এ বিষয়ে মার্কিনিদের কোন মাথা ব্যথা নেই!!!। | Gli Stati Uniti non fiatano nemmeno!!! |
8 | # ফ্রি ফাদি | #freefadi |
9 | একজন ইজরায়েলি পুলিশকে ধাক্কা দেওয়ার অপরাধে কুরান তাঁর জন্মদিন ২৩ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে হেবরন থেকে গ্রেফতার হন। | Quran era stato arrestato a Hebron il 23 febbraio (giorno del suo compleanno), con la presunta accusa di aver spinto un agente di polizia. |
10 | গ্রেফতারের সময় ফাদি তাঁর সঙ্গীদের সাথে হেবরনের সুহাদা সড়ক বন্ধের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সড়কটি শহরের অন্যতম একটি ব্যস্ততম সড়ক যেখানে এক দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের চলাচল নিষিদ্ধ। | Fadi e i suoi compagni stavano protestando contro la chiusura a Hebron di Shuhada Street, una delle arterie principali della città, che ai palestinesi è proibito attraversare da più di dieci anni sia in macchina che a piedi. |
11 | নিউ ইয়র্ক ভিত্তিক ‘ইন্সটিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্টান্ডিং' কুরানের গ্রেফতারের ভিডিওটি ইউ টিউবে আপলোড করেঃ | |
12 | সামাজিক প্রচারমাধ্যমের নেটওয়ার্কগুলো দ্রুতই কুরানের গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানায়। | Un video dell'arresto di Quran è stato caricato su YouTube dall'Institute for Middle East Understanding di New York: |
13 | ফাদি কুরানকে মুক্ত কর- শিরোনামে শুক্রবারেই একটি ফেসবুক পাতা খোলা হয়। | I social media si sono subito mobilitati dopo l'arresto di Quran. |
14 | একাত্মতা প্রকাশের জন্য কুরানের বন্ধু-বান্ধব ও সমর্থকেরা বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে তাদের প্রচ্ছদ ছবি পরিবর্তন করেন। ফাদির গ্রেফতার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ফাদির স্ট্যানফোর্ড সহপাঠীরা গত ২৬ ফেব্রুয়ারি ফ্রিফাদি. | Il giorno seguente è nata la pagina Facebook Free Fadi Quran [en, come gli altri link eccetto ove diversamente indicato] e molti amici e sostenitori dell'attivista hanno cambiato le foto dei loro profili su varie piattaforme di social media in segno di solidarietà. |
15 | অর্গ নামে একটি ওয়েবসাইট তৈরী করেছে। টুইটারে তাঁর গ্রেফতারের খবর ও গ্রেফতার পরবর্তী মুক্তির খবর #ফ্রিফাদি হ্যাশট্যাগ যোগ করে প্রকাশ করা হয়। | Il 26 febbraio i suoi colleghi di Stanford hanno creato il sito web freefadi.org per richiamare l'attenzione sull'arresto e sensibilizzare l'opinione pubblica, mentre Lila Kalaf, studente di Stanford, ha creato una petizione online su change.org per chiederne il rilascio. |
16 | স্ট্যানফোর্ড ছাত্রী লায়লা কালাফ চেঞ্জ. অর্গ এ ফাদির মুক্তির জন্য অনলাইন দরখাস্ত লিখেন। | Su Twitter, commenti e aggiornamenti sull'arresto di Quran e la successiva liberazione si sono susseguiti con l'hashtag #FreeFadi. |
17 | ২০১০ সালের নভেম্বরে আয়োজিত নন ভায়লেন্ট ফ্রিডম রাইডস এ ফাদি কুরান অন্যতম একজন সদস্য ছিলেন। | Nel novembre 2010, Fadi Quran aveva preso parte all'iniziativa non violenta dei freedom riders. |
18 | ফিলিস্তিনি ফ্রিডম রাইডারস | Freedom Riders palestinesi |
19 | আন্দোলনের এ মডেলটি গৃহীত হয় ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিযুক্তিকরণ বিরোধী আন্দোলন থেকে। | Si trattò di un'iniziativa ispiratasi agli episodi del 1963 di disobbedienza civile contro la segregazione razziale negli Stati Uniti d'America. |
20 | এ ক্ষেত্রে ফিলিস্তিনিরা পশ্চিম তীর থেকে জেরুজালেম পর্যন্ত মুক্তভাবে ভ্রমণের বিষয়ে বিরাজিত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। | Similmente, gli attivisti palestinesi vollero protestare e sensibilizzare contro il divieto per la popolazione palestinese di transitare liberamente da Gerusalemme alla Cisgiordania. |