# | ben | ita |
---|
1 | গ্রীস: দাবানল এথেন্সের দিকে ধেয়ে আসছে | Grecia: i violenti incendi dei giorni scorsi visti dai <em>citizen media</em> |
2 | শুক্রবার রাতে এক লেলিহান আগুন গ্রীসের উত্তরপূর্ব এটিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সে এক বিশাল পরিমাণ বন ভূমি এলাকা ও সম্পত্তি ভস্মীভূত করে। | Violenti incendi sono scoppiati nella notte di venerdì scorso nel nordest dell'Attica in Grecia, e hanno velocemente consumato larghi tratti di terreno boschivo e varie proprietà. |
3 | দুই দিনের মাথায় এই আগুন এথেন্সের সবচেয়ে উত্তরের উপশহরের কাছে পৌঁছে যায়, এই অগ্নিকাণ্ড ২০০৭ সালে ঘটা রাতের দু:স্বপ্নের মতো বিধ্বংসী দাবানলের স্মৃতি আবার ফিরিয়ে এনেছে। | In appena due giorni il fuoco ha raggiunto la periferia nord di Atene, facendo tornare alla mente la distruzione degli incendi-incubo del 2007 [in]. |
4 | গ্রীক ব্লগার মাইন্ডস্ট্রিপার এর ভদ্রমহিলা তার বাড়ির বারান্দা থেকে তোলা ছবি পোস্ট করেন ব্লগে যা শনিবার সন্ধ্যার দৃশ্য: | Il blogger mindstripper ha documentato quanto vedeva dal suo balcone [gr] il sabato pomeriggio: |
5 | এথেন্সে তখন রাত ৮টা এবং আমি ঘর ছেড়ে বের হলাম। | Atene alle ore 20. E vorrei andarmene da casa. |
6 | ঘটনার একদিন পরে লন্ডন ভিত্তিক ফটোগ্রাফার মালজোপোউলো একটি ছবি পোস্ট করেছে যা এক বিমান থেকে নেওয়া হয়েছে। | Il giorno dopo, la fotografa londinese mlazopoulou ha pubblicato la foto scattata da un aeroplano [in]: |
7 | ভদ্রমহিলা মন্তব্য করেছেন, “একে ভাষায় বর্ণনা করা যায় না…. ”। | Aggiungendo a commento, “Impossibile descriverlo a parole…” |
8 | সরাসরি তোলা আগুনের দৃশ্য: | Le immagini dal vivo degli incendi |
9 | রবিবার রাতে স্কিনিয়াস বনের ভেতরে রাখা এক ওয়েব ক্যামেরা এই দৃশ্যটি ধারণ করেছে কিভাবে আগুন ধেয়ে আসছে। | |
10 | যতক্ষণ পর্যন্ত ক্যামেরা কাজ করছিল ততক্ষণ পর্যন্ত সে এই দৃশ্য ধারণ করে, (তারপর অস্থায়ী ভাবে কাজ করা বন্ধ করে) এখন ক্যামেরাটি আবার কাজ করছে। | |
11 | স্কিনিয়াস ওয়েবক্যামের ছবি, ২৪শে আগস্ট রাত ১:৫৩, গ্রীস দি নিউ এথেনিয়ান রবিবার সকালের ঘটনার কথা জানাচ্ছে, রবিবার সকালে আগুন এথেন্সের পেনডেলি উপশহর এলাকায় এসে পৌঁছায়। | Domenica notte, una webcam nella foresta di Schinias ha registrato le foto del fuoco che avanzava fino a quando la non si è temporaneamente guastata (ora è nuovamente in funzione). |
12 | অনেক স্থানীয় বাসিন্দা তাদের বাসা রক্ষা করার জন্য সারারাত জেগেছে। | Immagine della webcam di Schinias del 24 Agosto alle ore 1:53 in Grecia |
13 | রবিবার সকাল পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছিল ছোটখাট আগুন নেভানোর জন্য, যা তাদের ঘরের কাছে জ্বলছিল। | Il New Athenian ha riportato la cronaca degli eventi di domenica mattina [in], quando il fuoco ha raggiunto la periferia di Pendeli ad Atene: |
14 | জলপাই গাছের ডাল ও বেলচা দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে অথবা একটা মানব বন্ধন তৈরি করে একজনের থেকে আরেক জনের হাতে পানি পূর্ণ বালতি দিয়ে একই কাজ করছিল। | |
15 | তাদের উঠান থেকে একটা হোস পাইপ থেকে তারা পানি টানছিল। | Molti residenti locali hanno passato la notte a proteggere le proprie abitazioni. |
16 | এক কটু ধোঁয়ায় বাতাস ভরে গিয়েছিল, এবং লোকজন তাদের মুখ টি-শার্ট, মাথার চুল ঢাকার জন্য যে পোশাক ব্যবহার করা হয় সেই কেইরিচীফ ও তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাজ করছিল। […] | La mattina di domenica stavano ancora facendo il possibile per spegnere i focolai nei pressi delle case, usando rami di ulivo e pale, o formando delle catene umane per trasportare secchi d'acqua riempiti con le canne da giardino. |
17 | পানডেলি আবাসিক এলাকার অনেক বাসিন্দা তাদের বাসা খালি করার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। | L'aria era inspessita dal fumo acre e per lavorare la gente si copriva il viso con magliette, fazzoletti e asciugamani [..] |
18 | অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাট গাড়িতে ভরে ছিল। অনেক লোক তাদের বাসার বাইরে অপেক্ষা করছিল। | Molti residenti di Pendeli hanno atteso fino all'ultimo momento prima di evacuare le abitazioni. |
19 | তাদের মুখ ঢাকা ছিল, তাদের পেছনে তাদের কুকুর গুলো ছিল, যারা শেকলে বাধা ছিল। | Nelle strade c'erano ancora veicoli parcheggiati nella tarda mattinata. |
20 | লেলিহান আগুন তখন দেখা যাচ্ছিল না কিন্তু তার গভীরতা বোঝা যাচ্ছিল বিস্ফোরণের বিভিন্ন শব্দের মাধ্যমে- সম্ভবত প্রাকৃতিক গ্যাস ভর্তি ট্যাংক অথবা গাড়ীর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। | Molti sono rimasti ad aspettare gli sviluppi fuori dalle case, con i volti coperti, i cani di fianco al guinzaglio. Dalle profondità invisibili del fumo si udivano i boati di serbatoi di gas naturale, o forse di automobili che esplodevano. |
21 | টুইটারে লোকজন এক গুগল ম্যাপ ম্যাশআপের (ম্যাশআপ হচ্ছে ওয়েব পাতার এক ভিন্ন সংস্করণ যেখানে ম্যাপের সাথে কয়েকটি ডাটা একসাথে যুক্ত থাকে) দিকে নির্দেশ করছিল। এখানে আগুন বিষয়ক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ফার্মস তথ্য প্রদান করছিল। | Su Twitter gli utenti hanno segnalato la la mappa degli incendi su Google Maps [in], con i dati aggiornati dall'agenzia stampa FIRMS [in], mentre per monitorare gli incendi è velocemente nato un apposito hashtag (#grfires [in]) per aggregare i relativi ‘tweet'. |
22 | তারা আগুনের অবস্থা পর্যবেক্ষণ করছিল এবং টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে পরিস্থিতির বর্ণনা দিয়ে (#জিআরফায়ারস) টুইটারে অগ্নিকাণ্ড সম্বন্ধে সমষ্টিগত ভাবে যে প্রশ্ন আসছিল তারই উত্তর দিচ্ছিল। | La maggior parte dei messaggi ripeteva le informazioni diffuse dalla TV, così come le critiche ai media e ai politici, con poche notizie riportate di prima mano. |
23 | টিভিতে যে বর্ণনা প্রচার হচ্ছিল বেশির ভাগ মেসেজে সে গুলোই উত্তর হিসেবে পাঠানো হয়েছিল, এর সাথে প্রচার মাধ্যম ও রাজনৈতিক দলের সমালোচনাও ছিল, যার মধ্যে ছিল মূল বিষয়ের উপর সামান্য সরাসরি রিপোর্ট করা। | |
24 | টুইটার ব্যবহারকারী @সাভাকোস আগুনের সামনে থেকে কিছু সরাসরি রিপোর্ট সরবরাহ করেছেন। তিনি এর সাথে ঘটনার তত্ত্বাবধান করেছেন গুগল মানচিত্রের মাধ্যমে। | L'utente di Twitter @savvakos [gr] ha fornito informazioni dirette sui fronti di avanzamento degli incendi, corredate delle coordinate su Google Maps: |
25 | স্টামটার সক্রিয় অগ্নি নিরোধ কাজে আগুনের সামনে, জায়গাটি ঠিক স্কোয়ারের পিছনে#জিআরফায়ারস, এইচটিটিপি://বিট. এলই/টি৩৫জেড৫, এইচটিটিপি://টুইটপিক. | I fronti attivi degli incendi a Stamata, proprio dietro alla piazza, #grfires http://bit.ly/t38Z5 http://twitpic.com/ezarv |
26 | কম/ইজারাভ। এ ছাড়াও টুইটারে, @কেইয়ানাউন রিয়েল টাইম বা ঘটনার সময় তোলা এক ভিডিও পোস্ট করেছেন, যার সাথে ধারা বর্ণনা ছিল, কুইক নামের এক সফটওয়ার ব্যবহার করে তিনি এ কাজ করতে সমর্থ হন। | Ancora su Twitter, @kyanoun ha diffuso un video in tempo reale con suoi commenti [in], usando Qik dalla sua auto mentre guidava su un'autostrada piena di fumo ad Attica. |
27 | সে সময় তিনি এটিকার ধোঁয়াচ্ছন্ন সড়কের উপর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। | |
28 | অন্ধকারে আলোর ঝলকানি: | Luci tremolanti nel buio |
29 | অগ্নিকাণ্ডের সময় সূর্য অস্ত যাওয়া এক ভীতিকর ব্যাপারে পরিণত হয়। কারণ বিমান গুলো তখন মাটিতে নেমে আসে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়টি বাধাগ্রস্ত হতে থাকে। | Il tramonto è un momento assai temuti durante gli incendi, bloccando a terra gli aerei e ostacolando altri tentativi di spegnerli. |
30 | এরিক প্যাকার টুইটারে এই নাটকীয় মুহূর্তের বর্ণনা করছেন। | Eric Parks ha descritto questo momento drammatico [in] su Twitter: |
31 | @এরিকটিপার্কস: সুর্যাস্ত হচ্ছে এবং আমরা দেখছি সামান্য আলোতে বিমানের মাধ্যমে দুর্ধর্ষ অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর শেষ চেষ্টা করা যাচ্ছে। | @erictparks: Tramonto e stiamo seguendo le audaci squadre dell'aria mentre fanno gli ultimi lanci in una luce fievole. |
32 | অন্ধকার পাহাড়ের উপর জ্বলতে থাকা শত শত আগুনের শিখাকে স্পষ্ট করল। | L'oscurità rivela centinaia di focolai sulle montagne. |
33 | আগষ্টের ২৩ তারিখে গ্রীক ওয়েব ডিজাইনার ডিমিত্রিওস ডোকুগ্লু টুইটপিকে এই ছবিটি পোস্ট করেছে। | Il web designer greco Dimitrios Doukoglou [in] ha pubblicato questa foto su Twitpic il 23 agosto: |
34 | আমার ছাদ থেকে গতকাল রাতের দৃশ্য। | La vista dal mio tetto, ieri notte. |
35 | #জিআরফায়ারস | #grfires |
36 | টু্ইটপিক ব্যবহারের মাধ্যমে অনেক টু্ইটার ব্যবহারকারী ব্যক্তি মোবাইলে তোলা ছবি পোস্ট করেছে এবং একজন গ্রীক সফটওয়ার ডেভেলপার একটি স্বয়ংক্রিয় তরতাজা সংবাদ দিতে থাকা ওয়েব সেবা চালু করেছে এই সমস্ত পোস্ট গুলোকে এক করে, এর জন্য সে #জিআরফায়ার হ্যাশট্যাগ ব্যবহার করেছে। | Molte persone hanno pubblicato foto scattate con i cellulari su Twitter usando l'applicazione Twitpic, e un programmatore greco ha predisposto una pagina web auto-aggiornantesi per aggregarle, usando l'hashtag #grfires. |
37 | অগ্নিকাণ্ডের সময় রাজনীতি: | I politici nel periodo degli incendi |
38 | টীচার ডিউড, একজন নাগরিক ফটো সাংবাদিক, যইনি থিসালোনিকি থাকেন। তিনি লেলিহান আগুন ও জাতীয় নির্বাচনের সাথে দেশটির রাজনীতির যে যোগসূত্র রয়েছে তার উপর মনোযোগ দেন। | Teacher Dude, un cittadino foto-giornalista con base a Tessalonico si è concentrato sulla connessione politica [in] tra gli incendi e le elezioni nazionali: |
39 | যদিও গ্রীসে নিয়মিতই ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এথেন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক গবেষণায় দেখা গেছে জাতীয় নির্বাচনের সাথে এই বিপর্যয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। | Sebbene la Grecia abbia regolarmente dei violenti incendi uno studio effettuato dall'università di economia di Atene [in] ha suggerito un legame diretto fra la loro capacità distruttiva e le elezioni nazionali. |
40 | স্পাইরোস সাকুরোস ও নিকোস ক্রিস্টোডৌউলাকিস-এর মতে গত ৫৪ বছরে বন ভূমি তার অর্ধেক অংশ হারিয়েছে, তবে ১৬ বছরে সেই সমস্ত এলাকায় আগুন লেগেছে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। | Secondo Spyros Skouras e Nikos Christodoulakis la metà delle foreste perse a causa degli incendi nel corso degli ultimi 54 anni è avvenuta durante i 16 anni in cui si sono svolte delle elezioni. |
41 | শেষ বার যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যা ঘটেছিল ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে। এবার বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বিবেচনা করছেন কয়েক মাসের মধ্যেই এক নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। | Gli ultimi seri incendi che hanno colpito il Paese nel 2007 sono avvenuti appena alcune settimane prima delle elezioni parlamentari e la maggior parte degli analisti politici considerano l'annuncio di nuove elezioni entro i prossimi mesi come una certezza. |
42 | টিচার ডিউড টুইটারে আমাদের স্মরণ করিয়ে দেন এর আগের এক অগ্নি নির্বাপন কর্মকাণ্ডের চেষ্টার কথা, যেটাতে তিনি নিজেই অংশগ্রহণ করেছিলেন। . | Teacher Dude ricorda su Twitter [in] la precedente battaglia contro gli incendi a cui aveva preso parte: |
43 | ১৯৯৭ সালে সালোনিকিতে কি ঘটেছিল তা মনে রেখেছি। | Continuo a ricordare quanto è successo a Salonicco nel 1997. |
44 | আগুন নেভানোর সময় স্বেচ্ছাসেবক হিসেবে আমি কাজ করেছিলাম, খুবই ভীতিকর ব্যাপার, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। | Sono stato volontario nella lotta contro gli incendi. È terrible vedere la velocità con cui possono spostarsi le fiamme. |
45 | … এবং অরওয়াইলি মন্তব্য করেছে যে : | … per poi commentare ironicamente [in]: |
46 | দি নিউ ডেমোক্রেসি দলের [সরকারি দল] প্রতীকের এখন নতুন এক মানে তৈরি হয়েছে। এইচটিটিপি://টিনইয়ুরাল. | Il logo della Nuova Democrazia [il partito al governo] ora acquista un significato tutto nuovo. http://tinyurl.com/m4mafa #grfires |
47 | কম/এম৪মাফা#জিআরফায়ারস। | |