# | ben | ita |
---|
1 | তিউনিসিয়া: অনলাইন মঞ্চ থেকে পুলিশী অত্যাচার পর্যবেক্ষণ | Tunisia: piattaforma online per monitorare gli abusi della polizia |
2 | ইয়েজ্জি [তিউনিসিয়ার আঞ্চলিক ভাষায় “যথেষ্ট”] একটি “তিউনিসিয়াতে পুলিশ পর্যবেক্ষণ মানচিত্র” যার উদ্দেশ্য হলো ঘুষ গ্রহণ, শারীরিক বা যৌন নির্যাতন থেকে শুরু করে বর্ণবিদ্বেষ এবং মৃত্যুর হুমকি পর্যন্ত পুলিশী অপব্যবহার নথিবদ্ধ এবং রিপোর্ট করা। | |
3 | ডিজিটাল স্বাধীনতার জন্যে তিউনিসিয়ার সমিতি [ফরাসি নামের আদ্যক্ষর থেকে এটিএলএন নামে পরিচিত] মঞ্চটি চালু করেছে, যারা “তিউনিসিয়াতে একটি গণতান্ত্রিক, মুক্ত ও খোলা সমাজ গড়ে তুলতে সাহায্য” করার জন্যে ইয়েজ্জি'র মতো অনলাইন মঞ্ছ তৈরির নতুন প্রযুক্তির প্রয়োগ করছে। | |
4 | বিনামূল্যের সফটওয়্যার হিসেবে ইয়েজ্জি জাতীয় প্রতিযোগিতায় প্রথম আবির্ভূত হয় গত এপ্রিলে এবং এই বছর সবচেয়ে উদ্ভাবনী মুক্ত-উৎস প্রকল্প হিসেবে পুরস্কৃত হয়। | Yezzi [traducibile come “abbastanza” dal dialetto tunisino], è una “mappa per monitorare la polizia tunisina” che cerca di documentare e segnalare abusi della polizia: accettazione di tangenti, abusi fisici o sessuali, minacce di razzismo e di morte. |
5 | এটিএলএন ইয়েজ্জি'কে সংজ্ঞায়িত করেছে এভাবে [ফরাসী ভাষায়]: আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা শুধুমাত্র সমস্যার সমাধান করবে না সেগুলো ভাল করে বুঝতেও সাহায্য করতে পারে। | La piattaforma è stata lanciata dall'Associazione Tunisina per le Libertà Digitale (ATLN, acronimo francese di “Association Tunisienne des Libertés Numériques”) [fr, come gli altri link, eccetto ove diversamente segnalato], che utilizza nuove tecnologie per creare piattaforme online proprio come Yezzi allo scopo di “aiutare la Tunisia a costruire una società democratica, libera e aperta”. |
6 | ইয়েজ্জি. ইনফো তিউনিসিয়াতে পুলিশী পর্যবেক্ষণ সহিংসতার বিরুদ্ধে স্বচ্ছতা। | Lo scorso aprile, Yezzi ha vinto il Concorso Nazionale per il Software Gratuito, che quest'anno ha premiato i progetti open source più innovativi. |
7 | অনেক বছর ধরে তিউনিসিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে পুলিশের দুর্নীতি এবং অপব্যবহার দৃষ্টি এড়িয়ে যেত - তারা শাস্তি পেতো না। | ATLN definisce Yezzi come segue: Basato sulla nota piattaforma Ushahidi [en], Yezzi raccoglie testimonianze di violenze inviate da cellulari, web, email e SMS, per poi inserirli su una Google Map. |
8 | জনগণ এসব অন্যায় কর্ম সম্পর্কে নিজেদের মধ্যে কথা বললেও খুব কম লোকেই এসব নিয়ে প্রকাশ্যে বলতে বা ন্যায়বিচার চাইতে সাহস করতো। | Yezzi utilizza il concetto di crowdsourcing al servizio della cartografia sociale in mobilità: una combinazione di attivismo sociale, citizen journalism e informazione geografica… Crediamo che la trasparenza possa aiutare non solo a risolvere i problemi, ma anche a comprenderli meglio. |
9 | পুলিশের নির্যাতনের শিকার অথবা কেউ পুলিশ কর্মকর্তাদের এধরনের অন্যায় কর্ম করতে দেখলে ইয়েজ্জি তাদের এধরনের ঘটনা সম্পর্কে ইচ্ছে করলে বেনামীভাবে অনলাইনে অভিযোগ করার সুযোগ করে দিয়েছে। | Yezzi.info mappa di monitoraggio dei poliziotti in Tunisia Trasparenza contro la violenza La Tunisia è stato, per anni, un Paese in cui la corruzione e gli abusi della polizia sono passati inosservati e impuniti. |
10 | এই মঞ্চটির ব্যবহারকারীরা পুলিশের নির্যাতন চিত্রায়িত করে ভিডিও এবং আপলোড করতে পারেন। | Le persone parlavano di quanto fossero sbagliati tali atteggiamenti, ma pochi avrebbero mai osato parlarne apertamente in pubblico o ricorrere alla giustizia. |
11 | ইয়েজ্জিকে নেটনাগরিকদের স্বাগত: তিউনিসিয়ার নেটনাগরিকরা ইয়েজ্জিকে স্বাগত জানিয়েছে। | Con Yezzi, chiunque sperimenti di persona un abuso della polizia o sia testimone di fatti in cui agenti di polizia siano coinvolti in tali malefatte, ha la possibilità di riportare tali situazioni, volendo anche in forma anonima. |
12 | টুইটার মাধ্যমে তাদের কয়েকটি প্রতিক্রিয়া এখানে দেয়া হলো। | Gli utenti di questa piattaforma possono anche caricare video e immagini che mostrano gli abusi della polizia. |
13 | @দা৭দু৭এ: টিএন. | Reazioni dei netizen: |
14 | ইয়েজ্জি. | I netizen tunisini hanno ben accolto Yezzi. |
15 | ইনফো একটি ভাল উদ্যোগ যদিও সম্পূর্ণভাবে তথ্যপূর্ণ: থেকে পুলিশী লংঘন সম্পর্কে অভিযোগের একটি ওয়েবসাইট #পুলিশ #এন্নাহাদা | Ecco alcune reazioni riprese da Twitter. @Da7dou7a: tn.yezzi.info Una buona iniziativa, sebbene puramente informativa: un sito per segnalare gli abusi della polizia. |
16 | @আজিয়োজ: আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পৃষ্ঠায় নিচের বার্তাটি পোস্ট করেছিলাম: “অনুগ্রহ করে প্রশাসনিক বিজ্ঞাপন দিন টিএন. | |
17 | ইয়েজ্জি. | #Police #Enahdha |
18 | ইনফো/রিপোর্টস” সঙ্গে সঙ্গেই বার্তাটি ব্লক করে দেয়া হয়েছিল ? @জেসমিনটিএন: ইয়েজ্জি. | @Azyyoz: Ho pubblicato sulla pagina Facebook del Ministero degli Interni questo messaggio: “Si prega di pubblicizzare tn.yezzi.info/reports ” => messaggio immediatamente bloccato! :D |
19 | ইনফো কাজে লাগতে পারে। তবে আমি আশা করি এটা আপনাদের কারো দরকার হবে না! | @JasminTN: Yezzi.info potrebbe essere utile, perciò mi auguro che non sia utile a nessuno di voi! tn.yezzi.info/main |
20 | টিএন. | |
21 | ইয়েজ্জি. | |
22 | ইনফো /প্রধান | |