# | ben | ita |
---|
1 | মালাউই: প্রথম ওয়েব পুরস্কার আর প্রেসিডেন্ট ফেসবুকার্স | Malawi: dai primi ‘Web Awards’ al presidente su Facebook |
2 | প্রথমবারের মতো, মালাউইবাসীরা ভোট দেবে ‘২০০৮ মালাউই ওয়েব পুরস্কার‘ এর জন্য। | Per la prima volta in assoluto, gli abitanti del Malawi voteranno per quello che è stato definito “The 2008 Malawi Web Awards“ [in]. |
3 | পুরস্কার দেয়া হবে বিভিন্ন শ্রেনীতে যেমন ওয়েব উদ্যোক্তা, অনলাইন ব্রডকাস্টিং, মিউজিক ভিডিও, সামাজিক যোগাযোগ মিডিয়া, অনলাইন ম্যাগাজিন, ব্লগার, সাংবাদিক, ওয়েব শিল্পী ইত্যাদি। | Verranno assegnati premi in varie categorie: imprenditori web, emittenti online, video musicali, media interattivi, riviste online, blogger, giornalisti, artisti web. |
4 | ইন্টারনেট ভিত্তিক না এমন সফলতার জন্যেও পুরস্কার আছে, যার মধ্যে আছে মালাউইর সব থেকে উজ্জ্বল ব্যক্তিত্ব আর আগামী দিনের নেতা। | Sono previste anche categorie oltre l'ambito di Internet, quali Best Malawian Personality e Leaders of Tomorrow. |
5 | আয়োজকদের ভাষায়: | Nelle parole degli organizzatori: |
6 | মালাউই ওয়েব পুরস্কারের কথা চিন্তা করা হয়েছিল মালাউইবাসীর গত কয়েক বছরের সাফল্যকে স্বীকৃতি দিতে। | The Malawi Web Awards è stato ideato per dare riconoscimento ai contributi forniti dai nostri cittadini nel corso dell'anno. |
7 | মালাউই বিশেষভাবে স্বীকৃতি দেয় সেইসব ব্যক্তিকে যারা দেশকে প্রকাশ করতে সাহায্য করেছেন আর আফ্রিকার উঞ্চ হৃদয়ের মানুষের যেসব বিষয়ে সমস্যা হচ্ছে তা তুলে ধরতে। | L'iniziativa vuole dare risalto soprattutto a coloro che hanno contribuito a promuovere il Malawi e ad accrescere la consapevolezza sulle questioni di maggiore importanza per la popolazione del “caldo cuore dell'Africa”. |
8 | এই বছরে বাছাই করা ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি করছেন (রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন)। | Quest'anno i candidati hanno risvegliato l'attenzione del Malawi in parecchi ambiti (politica, cultura, intrattenimento). |
9 | তিনটা ফরম্যাটে ঘোষণাটি প্রচার করা হয়েছে: কালেব ফিরির ব্লগ মালাউই কারেন্ট নিউজে, সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে একটা ইভেন্ট তৈরি করে, আর ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউবে। | L'annuncio [in] è stato reso pubblico in tre formati: sul blog di Caleb Phiri, con un post dal titolo Malawi Current News [in], tramite un evento organizzato sul social network Facebook [in] e con un video diffuso su Youtube. |
10 | যেসব মানুষ বাছাই হয়েছেন বিভিন্ন পুরষ্কারের জন্য তাদের মধ্যে আছেন হাজেল ওয়ারেন, একজন মালাউই মহিলা যিনি এই বছর বিগ ব্রাদার আফ্রিকা ৩ রিয়ালিটি টিভি অনুষ্ঠানে রানার আপ হয়েছেন, ব্লগার উইলিয়াম কামকোয়াম্বা আর ভিক্টর কাওঙ্গা, মালাউই জাতীয় ফটবল দলের কোচ কিন্নাহ ফিরি, বেশ কয়েকজন টেলিভিশন আর রেডিও ব্যক্তিত্ব, আর গানের শিল্পী যেমন লরেন্স এমবেঞ্জেরে যাকে নীচের ভিডিওতে দেখানো হয়েছে: | Fra le decine di candidati ai vari premi ci sono Hazel Warren [in], una donna del Malawi che quest'anno è arrivata seconda nell'edizione africana del Grande Fratello, i blogger William Kamkwamba [in] e Victor Kaonga [in], l'allenatore della nazionale di calcio del Malawi, Kinnah Phiri [in], diversi personaggi della TV e della radio, e musicisti come Laurence Mbenjere che compare nel video qui sotto: |
11 | প্রত্যেক ক্যাটাগরিতে ভোট করার সময় আছে ১৯ ডিসেম্বর ২০০৮ রাত ২২০০ জিএমটি পর্যন্ত। | Per votare in ciascuna categoria, c'è tempo fino a venerdì 19 dicembre 2008 alle 22:00 GMT. |
12 | ফলাফল ডিসেম্বর ২২, ২০০৮ এ ঘোষণা হবে মালাউই কারেন্ট নিউজ ব্লগে। | I risultati saranno comunicati lunedì 22 dicembre sul blog Malawi Current News [in]. |
13 | মালাউইর প্রথম ওয়েব পুরস্কারের খবর এসেছে সপ্তাহের প্রথম দিকে মালাউইর ভূতপুর্ব প্রেসিডেন্ট ড: বাকিলি মুলুজির ঘোষণার পরে যে তিনি একটা ফেসবুক প্রোফাইল তৈরি করেছেন, বিশ্বের তরুণ মালাউইদের সাথে যোগাযোগের উদ্দেশ্য নিয়ে। | La notizia dei primi ‘Web Awards' del Malawi arriva sulla scia dell'annuncio, a inizio settimana, che l'ex presidente del Paese, Dr. Bakili Muluzi [in], ha creato un profilo su Facebook onde connettersi con i giovani del Malawi in giro per il mondo. |
14 | ফেসবুক প্রোফাইল থাকার সাথে সাথে ড: মুলুজি তার সমর্থকদের জন্য একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছেন। | Oltre al proprio profilo pubblico [in], il Dr. Muluzi ha aperto su Facebook un gruppo per i suoi sostenitori [in]. |
15 | মালাউইর বর্তমান প্রেসিডেন্ট ডঃ বিঙ্গু ওয়া মুথারিকারও ফেসবুক ভক্তের গ্রুপ আছে, যা মে ২০০৮ থেকে দেখা যাচ্ছে। | Anche l'attuale presidente del Malawi, Dr. Bingu wa Mutharika, vanta dal maggio 2008 un proprio Facebook fan group [in]. |