# | ben | ita |
---|
1 | “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে” | Gaza: “le bombe cadono a pioggia” |
2 | গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। | I cittadini di Gaza hanno trascorso la notte al suono delle bombe che Israele ha continuato a lanciare sull'enclave palestinese. |
3 | গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে। | Israle e Gaza hanno iniziato ad aprire fuoco l'una contro l'altra, e continuano tutt'ora, dopo che la situazione si è infiammata dopo l'uccisione avvenuta ieri del leader militare di Hamas [en, come i link successivi] Ahmed Al-Jabari durante un raid aereo su Gaza da parte di Israele. |
4 | পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। | Secondo quanto segnalano i resoconti dei media, il numero di morti e feriti continua a salire di ora in ora. |
5 | টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন: | Su Twitter, già ieri pomeriggio Ebaa Rezeq forniva aggiornamenti sul numero di vittime sul fronte palestinese: |
6 | @Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা | @Gazanism: Il numero di vittime finora: 15 martiri (tra cui tre bambini, una donna incinta di due gemelli e due anziani), più 140 feriti #Gaza |
7 | খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। | Khaled Shawa rilancia su Twitter la foto della casa del vicino in fiamme, dopo colpita dai missili israeliani - foto di @KhaledShawa |
8 | ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন: | Wael Ouda descrive invece l'intensità dei bombardamenti intorno a lui: |
9 | @WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে। | @WillOuda: I droni stanno praticamente “camminando” in salotto….sopra la mia testa è tutto rumoroso e chiassoso. |
10 | #গাজা | #Gaza |
11 | আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন: | In un altro messaggio, sempre Wael parla invece del costo umano che quest'ultimo attacco sta provocando: |
12 | @WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা। | @WillOuda: Totale morti: 14-15 e più di 120 feriti. |
13 | গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে। | Gaza sotto i bombardamenti; foto su Twitter di @journeytogaza on Twitter |
14 | এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন: | And Majed Abusalama rende perfettamente l'idea di quanto accade, esclamando: |
15 | @MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত | @MajedAbusalama: Le bombe cadono come la pioggia ora nel nord di Gaza #GazaUnderAttacks |
16 | অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে: | |
17 | এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। | Nel frattempo, Abu Omar pubblica un video quasi surreale su YouTube dal titolo “I bambini di Gaza giocano a calcio nonostante il bombardamento”: |
18 | ওলা আনান বলছেন: | Ola Anan commenta così quelle immagini: |
19 | @olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে! | @olanan: #GazaUnderAttack Gaza è sotto attacco e un gruppo di bambini ha deciso di continuare a giocare per la strada! |
20 | বিশ্ব দেখ এই আমাদের জীবন! | Insegnamo la vita, mondo! |
21 | এবং মাজেদ আবুসালামা যোগ করছেন: | Majed Abusalama aggiunge: |
22 | @MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। | @MajedAbusalama: Il morale è alto a Gaza. |
23 | তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না। | Lasceremo che distruggano tutto e uccidano i nostri bambini ma non saranno mai in grado di uccidere i nostri sogni. |
24 | খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! | Alla liberazione per la volontà di Dio! |
25 | মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে। | Fila davanti a un panificio di Gaza. |
26 | ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে। | Foto su Twitter di @sarahussein |
27 | ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন: | Nel frattempo, la giornalista Sara Hussein, che è riuscita a superare la frontiera a Gaza, condivide l'immagine di gente che fa la fila fuori da un panificio e scrive: |
28 | @sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন। | @sarahussein: yfrog.com/nws02mjj C'è la fila fuori da un panificio a #Gaza. |
29 | মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি | La gente ha paura che inizi a scarseggiare il cibo. |
30 | এখন কি? | #Israel #Palestinians |
31 | জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: | |
32 | @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি? | |
33 | টুইটার হ্যাশট্যাগ: | E adesso? |
34 | টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা). | Journey to Gaza si chiede se ci sarà anche un'invasione via terra: |
35 | আরও পড়ার জন্যে: মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড। | @journeytogaza: Qualche novità sulla decisione del gabinetto israeliano se lanciare o meno un attacco via terra a Gaza? |
36 | দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর | Per seguire ulteriori aggiornamenti sulla situazione, di seguito gli hashtag più in tendenza: #PrayForGaza, #GazaUnderAttack e #Gaza. |