Sentence alignment for gv-ben-20120111-21981.xml (html) - gv-ita-20120110-52168.xml (html)

#benita
1২০১১ সালের গ্লোবাল ভয়েসেস-এর সর্বাধিক পঠিত পোস্ট সমূহGlobal Voices: i post più letti del 2011
2এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-২০১১ সালতামামীর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3গ্লোবাল ভয়েসেস ২০১১-এ আমাদের ২০ টি সর্বোচ্চ পঠিত পোস্টের মধ্যে জাপানের চারটি, মিশরের তিনটি এবং ফিলিপাইনের উপর লেখা দুটি পোস্ট ছিল।Nella top 20 degli articoli di Global Voices più letti nell'anno 2011 ne troviamo quattro dal Giappone, tre dall'Egitto e due dalle Filippine.
4তবে এই দুটির মধ্যে কেবল একটি কাহিনী ছিল অতিকায় এক কুমিরের!Ma solo uno riguarda un coccodrillo gigante!
5সারা বিশ্বের নাগরিক প্রচার মাধ্যমের জন্য সমৃদ্ধ এবং তা মূল্যায়নের জন্য ছিল এই বছরটি ছিল এক অবিশ্বাস্য বছর। যার মানে হচ্ছে টুইট এবং ব্লগ পোস্টের বিষয়ে সংবাদ প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস এখন কেবল আর একা নয়।È stato senz'altro un anno eccezionale per la diffusione e il riconoscimento dei citizen media nel mondo, e questo significa che Global Voices non è più una voce solitaria nel rilanciare opinioni da social media e blog.
6এখনো, যেখানে মূলধারার প্রচার মাধ্যম যেখানে আগ্রহ প্রকাশ করে না, আমরাই সেখানে ক্রমাগত স্থানীয় ব্লগারদের কাহিনী সংগৃহীত করতে থাকি, যা তাদের সারা বিশ্বকে জানানো প্রয়োজন হয়ে পড়ে।Ma laddove scema l'interesse delle grandi testate, rimaniamo in pochi a documentare ciò che i blogger locali vogliono far sapere al mondo.
7জাপানের সুনামি আক্রান্ত এলাকায় আত্ম সুরক্ষা বাহিনীর আগমন।Le forze di autodifesa arrivano sulla scena dello tsunami in Giappone.
8ছবি কসমোবট-এর। কপিরাইট ডেমোটিক্সের।Foto di cosmobot, copyright Demotix (13/03/11).
9(১৩/০৩/১১)। ২০১১ সালের আমাদের কিছু গৌরবময় মুহূর্ত কখনোই নীচের সেরা ২০ টি পোস্টের মত প্রতিফলিত। এই বছর অজস্র ভাষা এবং দেশ থেকে আসা সক্রিয় স্বেচ্ছাসেবক লেখকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, এবং বছর আমরা কেবল ২,৬০০ টি দীর্ঘ এবং ৬,৩০০ টি সংক্ষিপ্ত ইংরেজী পোস্ট প্রকাশ করেছি।Pur se una top 20 come questa non potrà mai rispecchiare i momenti più significativi del 2011, quest'anno oltre 500 persone tra autori e traduttori volontari hanno dato una mano, e soltanto in inglese GV ha pubblicato più di 2.600 articoli e 6.300 brevi.
10অনিবার্যভাবে, অনেক প্রবন্ধ বেশী সারা বিশ্ব জুড়ে ঠিক ততটা পাঠকপ্রিয়তা পায়নি, কারণ এগুলো ছিল সেই সমস্ত দেশের কাহিনী ছিল, যে সমস্ত দেশ আন্তর্জাতিক প্রচার মাধ্যমে উপেক্ষিত হয়েছিল।
11আফ্রিকা, ককেশাস, ম্যাসেডোনিয়া, রুশ ভাষী ইন্টারনেট, ল্যাটিন আমেরিকা, এবং আদিবাসী অধিকার এসব উল্লেখিত কিছু বিষয়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল।Inevitabilmente, molte storie che non ottengono quella visibilità che invece meriterebbero, soprattutto nel caso di nazioni generalmente trascurate dalle grsndi testate internazionali.
12এই সাইটের যদি কোন কিছু আপনার নজর এড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিক সম্পাদক এবং লেখকদের ২০১১ সালের উপর অঞ্চল ভিত্তিক পর্যালোচনা পাঠ করুন।I reportage esclusivi dall'Africa, dal Caucaso, dalla Macedonia, della rete in lingua russa, dall'America latina e sui diritti degli indigeni sono alcuni tra i temi più rilevanti.
13এই বছর আমাদের বিশেষ ভাবে গ্লোবাল ভয়েসেস-এর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কর্মীদের নাম উল্লেখ করা প্রয়োজন।Quest'anno il nostro team dell'Africa medio-orientale e settentrionale merita una menzione speciale.
14বিক্ষোভ, ব্লাকআউট (যাতে সংবাদ প্রকাশ না পায়) , হুমকির মুখেও তারাও এগিয়ে গেছে এবং লিখে গেছে।Hanno continuato a informare ininterrottamente sulle proteste, nonostante i silenzi stampa e le minacce.
15এখনো অজস্র এ ধরনের রক্তাক্ত দৃশ্য তৈরি হচ্ছে, কিন্তু আমাদের লেখকরা এ সবের মধ্যে দিয়ে আলোচনার জন্য মধ্যে দিয়ে সৃষ্টিশীল কণ্ঠকে এবং দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে।Immagini sanguinose sono circolate senza tregua, ma i nostri autori trovano voci e punti di vista costruttivi per il dialogo.
16প্রায়শ:ই, তারা স্থানীয় মজাদার ঘটনা এবং প্রেক্ষাপট সবার সামনে তুলে ধরেছে, যা বিদেশ থেকে কোন ধারনা ছাড়া যার প্রশংসা করা কঠিন।Molto spesso condividono l'umore e il contesto locali, difficilmente apprezzabili dall'estero senza il supporto di una guida.
17সম্ভবত এই প্রথমবার, চীনের উপর লেখা কোন পোস্ট সেরা ২০ টি পোস্টের তালিকায় স্থান লাভ করতে পারেনি।Forse per il primo anno in assoluto, la Cina non è presente nella top 20 dell'anno.
18বিতর্কিত বিষয় নিয়ে ব্লগ করার জন্য বিশেষ করে এটা ছিল দারুণ এক সময়- অন্য অনেক দেশে গ্লোবাল ভয়েসেস-এর লেখকরাও দুর্ভাগ্যজনক-এই অভিজ্ঞতার শিকার হয়েছে।Si tratta di periodi particolarmente difficili per parlare di soggetti controversi - crudeltà vissuta anche dagli stessi autori di Global Voices di molte nazioni.
19এই বিষয়টি , এই সব কাহিনী, যা স্বাধীন বক্তব্য হিসেবে যে কোন জায়গা থেকে এসেছে, তার প্রতি ভ্রূকুটি, আরো অনেক বেশী মূল্যবান বলে ।È questo che rende le storie provenienti dalla libera comunicazione di ogni parte del mondo ancora più preziose.
20২০১১ সালে, গ্লোবাল ভয়েসেস-এর সর্বাধিক পঠিত প্রবন্ধসমূহ।Questa la classifica degli articoli più letti su Global Voices nel 2011:
21আমাদের সবচেয়ে দেখা বিশেষ পাতাগুলো ছিল:I nostri reportage speciali più visitati sono stati:
22২০১১ সালে বিশ্ব, নাগরিক প্রচার মাধ্যমের রূপান্তরিত ক্ষমতা সম্বন্ধে জেনেছে।Nel 2011 il mondo ha imparato qualcosa in più sul potere trasformativo dei citizen media online.
23আমরা বিশ্বাস করি যে বৈশ্বিক পরিমাপে কোন জেগে উঠতে থাকা কণ্ঠস্বরসমূহকে সমর্থন করার একটা উপায় হচ্ছে তাদের কথা শোনা।Noi crediamo che il modo migliore per appoggiare queste voci emergenti su scala globale sia ascoltarle.
24গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত লেখা সমূহ পড়ার জন্য ধন্যবাদ!Grazie a voi che leggete Global Voices!
25এবং দয়া করে কিছু অর্থ দান করে আমাদের সমর্থন করার কথা বিবেচনা করুন।E per chi volesse versare un contributo, basta andare qui: