# | ben | ita |
---|
1 | সিরিয়াঃ উইসাম আল জাহারির নকশাতে বিপ্লব | Siria: artisti a sostegno delle proteste popolari |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়া বিদ্রোহ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। সিরিয়ার বিপ্লব অনেক শিল্পী, লেখক, চিত্রশিল্পী, পরিচালক ও আলোকচিত্রীকে অনুপ্রাণিত করেছে। | L'attuale situazione siriana ha ispirato diversi artisti, scrittori, pittori, registi e fotografi - risvegliando la creatività, finora assopita, di molti artisti che ora espongono online le proprie opere. |
3 | এটা অনেক উদ্ভাবনী সিরীয় যারা এতদিন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে নি, তাদের জাগিয়ে তুলেছে এবং তারা তাদের কাজ অনলাইনে প্রকাশ করছে। | |
4 | অসম্ভব সুন্দর এইসব আলোকচিত্র, ছবি, গান এবং কবিতাগুলো শুধু সিরিয়দের সংগ্রাম আর ভোগান্তির কথাই বলে না, বরং এগুলো একটি মুক্ত এবং গণতান্ত্রিক দেশ পাবার জন্য তাদের উচ্চ আশা এবং আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। | Il risultato è una stupefacente varietà di foto, quadri, canzoni e poesie che descrivono non solo le lotte e la sofferenza del popolo siriano ma anche le speranze e le aspirazioni per un paese libero e democratico. |
5 | উইসাম আল জাহারি একজন তরুন সিরিয় গ্রাফিক্স ডিজাইনার, যিনি তার ব্লগ এবং ফেসবুক পেজে এই বিপ্লবে অবদান রাখতে তার নিজস্ব উপায় ব্যবহার করেছেন। | Wissam Al Jazayri è un giovane graphic designer siriano che usa il blog [en] e la pagina Facebook [ar/en] per dare il proprio contributo - in termini pacifici - alle proteste in corso. |
6 | তিনি গ্লোবাল ভয়েসেসকে বলেনঃ | Ecco cosa riferisce a Global Voices: |
7 | ২০১১ সালের এপ্রিলে দারার আল ওমারি মসজিদে ঝড়ের পর থেকে আমি এই বিপ্লবের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। | In seguito all'assalto alla Moschea di Al Omari nell'aprile del 2011, ho deciso di lavorare per la rivoluzione. |
8 | গতানুগতিক এবং সাধারণ রাজনৈতিক নকশার পরিবর্তে আমার ধারনা প্রকাশের ক্ষেত্রে আমি দর্শনশাস্ত্র কে অবলম্বন করার চেষ্টা করেছি। | Per esprimermi al meglio ho fatto ricorso alla metafisica: voglio raggiungere l'inconscio piuttosto che realizzare ordinari disegni tradizionali di stampo politico. |
9 | উইসামের কাজগুলো তার জন্য খুব সহজ কিছু ছিল না। | Per Wissam non è stato facile attivarsi in tal senso. |
10 | তিনি অনেক হুমকির সম্মুখীন হয়েছেন এবং সিরিয়ার শাসকরা তাকে ধরার জন্য গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছিল। | Ha ricevuto, infatti, varie minacce ed è ricercato dal regime siriano. |
11 | তিনি বর্তমানে আত্মগোপন করে আছেন, যেখানে তার অভিভাবকরা তাদের নিরাপত্তার স্বার্থে সিরিয়া থেকে পালিয়ে যান। | Attualmente risiede in un luogo segreto; i genitori hanno abbandonato la Siria per garantire la propria incolumità. |
12 | নিচে তার আঁকা কিছু নকশা রয়েছে। পোস্টগুলো তার অনুমতিক্রমে প্রকাশিত এবং এগুলো তার ফেইসবুক পাতা ও তার ওয়েবসাইটেও পাওয়া যাবে। | Ecco di seguito alcune sue opere, pubblicate col consenso dell'autore, che possono essere ammirate anche sulla pagina Facebook [ar/en] o sul sito web [en] dell'artista. |
13 | বিপ্লব একটি নারী, তাই নিজেকে মুক্ত করে দাও। | La rivoluzione è una donna, perciò liberatevi. |
14 | মৃত্যুর জমিতে রুটি এবং মানুষ | Il pane e l'essere umano nella terra della morte |
15 | গায়াথ মাতার স্মৃতির প্রতি | In memoria di Ghayath Matar |
16 | একনায়কের দণ্ডাদেশের মধ্যে নর্তকীরা | Ballerine destinate a un dittatore |
17 | সিরিয়ার সমস্ত শিল্পীর জন্য স্বাধীনতা | Libertà per tutti gli artisti siriani |
18 | শ্রমের স্বাধীনতা | Il duro lavoro della libertà |
19 | বিপ্লব হল অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটি দ্বন্দ্ব | La rivoluzione è un conflitto tra passato e futuro |
20 | একটি স্বপ্নের জন্য মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা | Requiem per un sogno |
21 | জীবন থেমে থাকে না | La vita non si ferma |
22 | সর্বশেষ ইচ্ছা | L'ultimo desiderio |