Sentence alignment for gv-ben-20140420-42773.xml (html) - gv-ita-20140408-91629.xml (html)

#benita
1২০১৪ সালের ১৪ তম সপ্তাহে রাশিয়ান ভাষায় শীর্ষ ১০ টি টুইটRussia: i 10 tweet più letti della settimana, 29 marzo – 4 aprile 2014
2রুশ টুইটারের শীর্ষ টুইটগুলো।Top tweet nella twittersfera russa.
3ছবিঃ কেভিন রথরক।Fotomontaggio di Kevin Rothrock.
4রুনেট ইকো নতুন ধারাবাহিক সৃষ্টির প্রবণতায় রুনেট টুইটারস্ফিয়ার অনুসরণ করে যাচ্ছে।RuNet Echo prosegue la nuova serie sui trend nella twittersfera russa.
5প্রতি সপ্তাহের শেষে রুনেট ইকো রাশিয়ান ভাষার শীর্ষ ১০ টি টুইট সংগ্রহ করবে।Ogni settimana, RuNet Echo selezionerà per i lettori di Global Voices i dieci migliori tweet in lingua russa.
6শীর্ষস্থান অধিকারকারী এই টুইটগুলো গ্লোবাল ভয়েসেসের পাঠকদের জন্য প্রকাশ করা হবে। টিজার্নাল ডট আরইউ'এর “সবচেয়ে ভালো টুইট” নির্বাচন প্রণালীর উপর ভিত্তি করে আমরা টুইট নির্বাচনের কাজটি করব।Per la redazione della classifica vengono utilizzate le selezioni di Tjournal.ru, aggiornato in tempo reale [ru, come i link seguenti, tranne dove altrimenti indicato].
7যথা সময়ে এই নির্বাচন কাজের আপডেট এখানে দেওয়া হবে এবং এগুলো এখানে সহজেই পাওয়া যাবে।#10 - Attacco a McDonald's, che ha chiuso i propri locali in Crimea.
8#১০ - ম্যাকডোনাল্ডসের জন্য ক্রিমিয়ার দরজা বন্ধ, ফলে ক্রিমিয়াতে এর দোকানগুলোও বন্ধAl posto di McDonald's, apriremo un'altra catena di bagni gratuiti vicino alla stazione di Sinferopoli.
9ম্যাকডোনাল্ডসের পরিবর্তে সিম্ফেরপোল রেল স্টেশনের কাছে আমরা একই মালিকানায় অনেকগুলো বিনামূল্যের বাথরুম তৈরি করব।
10#আকসেনোভ#Aksenov
11#৯ - নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ কার্যকর।#9 - I social network aiutano nella ricerca di un ragazzo scomparso.
12দয়া করে আবার টুইট করুন!Per favore rilanciate!
13#৮ - আড়ি পেতে শোনা#8 - Sentito per caso.
14যখন আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন ঘরবাড়ি পরিষ্কার করার জন্য, তখনকার সেই অনুভূতি।Lo stato d'animo di quando senti che i tuoi genitori ti hanno messo al mondo per pulire la casa.
15#৭ -“তথ্য যুদ্ধের” বিরুদ্ধে টেলিভিশন ব্যক্তিত্বের মত প্রকাশ।#7 - Un personaggio televisivo si schiera contro la “guerra dell'informazione”.
16পূর্ণ আনন্দের সাথে কিয়েভ থেকে ফিরে এসেছি।Tornato da KIEV, pieno di gioia.
17এসে টেলিভিশন চালু করলামঃ সেই একই রকম হতাশাজনক মিথ্যার ফুলঝুরি।Ho acceso la TV: le solite bugie deprimenti.
18কৈফিয়ত বিহীন এই আতঙ্ককে বলা হয় তথ্য যুদ্ধ।Questo orrore impenitente si chiama GUERRA DELL'INFORMAZIONE.
19#৬ - ভিকনতাকতের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ তার সফল এপ্রিল ফুল ছলনা [গ্লোবাল ভয়েসেস রিপোর্ট] নিয়ে সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে আছেন।#6 - Il fondatore di VKontakte Pavel Durov autocompiaciuto per un Pesce d'aprile riuscito [en, Global Voices report].
20যারা ভেবেছেন আমি স্বেচ্ছায় [ইডি ডট প্রধান নির্বাহী অফিসার পদ থেকে] পদত্যাগ করব, খুব বেশি দেরীতে হলেও তাদেরকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস।
21#৫ - আলেক্সি নাভালনি সন্তুষ্ট নন। কেননা ভরোনেঝ অঞ্চলে করণীয় কাজের চেয়ে প্রধান নির্বাহী অফিসার আলেক্সি মিলারের জন্য গ্যাসপ্রম বেশি অর্থ খরচ করছে।A tutti quelli che pensavano che mi sarei dimesso volontariamente [dalla carica di amministratore delegato], Buon pesce d'aprile in ritardo. http://t.co/cTWlLtW2K7
22আমি চাই [ভোট গ্রহণ সংস্থা] ভিটিসিওম আমাদের প্রিয় দেশবাসীকে জিজ্ঞাসা করুক, তারা এই বিষয়টি নিয়ে কি ভাবে।
23এই নির্বাচনে শতকরা ৯৯ ভাগ লোক যদি ফায়ারিং স্কোয়াডের সাহায্যে তাৎক্ষনিক কাজ সম্পাদনের প্রতি তাদের সমর্থন জানায়, তবে তাতেও আমি অবাক হব না।#5 - Alexey Navalny non è contento del fatto che Gasprom spenda più soldi per pagare l'amministratore delegato Alexey Miller che per le operazioni nella regione di Voronezh.
24#৪ - ইন্টারনেট সেন্সরশিপ বাস্তবায়নের উপর বাঁধা প্রদান করতে আলেক্সি নাভালনির নির্দেশনামূলক পোস্ট।Vorrei che [l'istituto demoscopico] VTsIOM chiedesse ai nostri cari compatrioti cosa ne pensano di questo.
25দয়া করে, এই নির্দেশ গুলো পুনরায় পোস্ট করুন।“99% a favore di una fucilazione immediata” non mi sorprenderebbe
26কেননা, প্রতিবার পুনরায় পোস্ট করলে রসকম সেন্সরশিপকে আরও বেশি যন্ত্রণা দেওয়া যাবে।#4 - Alexey Navalny pubblica delle istruzioni per aggirare la censura in Internet.
27http://t.co/DXuuGzEHPC মিরর: http://t.co/TIAGC7E9HkCondividete queste istruzioni per favore.
28#৩ - সিরিয়ার কেসাব অঞ্চলে উপজাতি আর্মেনিয়ানদের দুরবস্থা সম্পর্কে অভিনেতাদের কথোপকথন।Ogni rilancio è un colpo a RosComCensura. http://t.co/DXuuGzEHPC Mirror: http://t.co/TIAGC7E9Hk
29ইউক্রেনের মাইদান স্কয়ার ট্র্যাজেডির এখনও ৪০ দিন পার হয়নি।#3 - Un attore parla di difficoltà degli Armeni a Kessab, in Siria.
30তথাপি ইতোমধ্যে বিশ্বে আরও সব দুঃখ জনক ঘটনা ঘটে গেল… কেসাবে ট্র্যাজেডি… আমরা সেসব আরমেনিয়ান লোকেদের জন্য অত্যন্ত শোকাহত!Non sono passati 40 giorni dalla tragedia di piazza Maidan in Ucraina, e il mondo affronta altro dolore… Tragedia a Kessab… Siamo tutti in lutto con il popolo armeno!
31#২ -কীভাবে মার্কিন দাতারা কাজ করে তার ব্যাখ্যা আলেক্সি নাভালনি তার ব্লগ পোস্টে সংযুক্ত করেছেন।#2 - Alexey Navalny rimanda a un post del suo blog in cui spiega le implicazioni delle sanzioni USA, con una foto di Alexey Miller e Igor Sechin.
32আলেক্সি মিলার এবং ইগর সেচিনের ছবি সহকারে তিনি পোস্টটি ব্যাখ্যা করেছেন। রাশিয়ার বিরুদ্ধে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হল তা বুঝতে।Per capire come funzionano le sanzioni imposte dagli USA alla Russia, Blog: http://t.co/O9laDEsOF0 Sito “speccho”: http://globalvoicesonline.org/2014/04/05/top-10-russian-language-tweets-week-14-of-2014/http://t.co/Up3d3JfZBH
33ব্লগ করুনঃ http://t.co/O9laDEsOF0 ,মিররঃ http://t.co/Up3d3JfZBH#1. Sentito per caso.
34#১ - আড়ি পেতে শোনা ঘুমাতে যাওয়ার আগে আমি “মাথার গুপ্ত ভান্ডারটিকে পরিষ্কার করার” সক্ষমতা অর্জন করতে চাই।Dovrebbe esistere una funzione in grado di “pulire la memoria cache del cervello” prima di andare a dormire.