# | ben | ita |
---|
1 | আর্জেন্টিনাঃ সংস্কৃতির ছায়ায় একটি অঞ্চলের পরিবর্তন | Argentina: progetti artistici e culturali di quartiere |
2 | আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সীমান্তে পিয়েদ্রাবুয়েনার্তে কালচারাল শেড -এর সহায়তায় শিল্পকলা ও নাগরিক মাধ্যমের সাহায্যে এলাকাগুলোতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। | Il Capannone culturale Piedrabuenarte [es, come tutti i link successivi, eccetto ove diversamente indicato], situato nei sobborghi di Buenos Aires, Argentina, sta trasformando il quartiere tramite cultura, arte e citizen media. |
3 | পূর্বের একটি গুদামঘরকে চিত্রায়ণ ও কোলন থিয়েটারের সেটের জন্য ছেড়ে দেয়া হয়েছে, সমাজের শিল্পীদের দ্বারা এ জায়গাটি শিল্পকলা কেন্দ্রে পরিণত হয়েছে। | Ex magazzino per scenografie e set del teatro Colon, il luogo è stato trasformato dagli artisti della comunità in un centro artistico. |
4 | তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা বিশ্বকে এ সম্পর্কে জানাচ্ছে। | E grazie al loro canale YouTube raccontano questo mondo. |
5 | এডি আভিলা, ২০১১ সালে রাইজিং ভয়েসের একটি আর্টিকেলে প্রতিষ্ঠাতাদের সাথে ভিডিও সাক্ষাৎকারের পূর্বে এই কথাটি লিখেছিলেনঃ | Eddie Avila, in un articolo su Rising Voices [en] del 2011, lo descriveva così, prima dell'intervista con i fondatori: |
6 | ঐ এলাকার তরুণদের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, ইউটিউব চ্যানেলের সাথে সংযোগের জন্য তারা তাদের মোবাইলের ক্যামেরাকে কিভাবে ব্যবহার করতে পারে তা দেখানোর জন্য। | Ci sono progetti per lavorare a più stretto contatto con la gioventù del quartiere, mostrando loro come possono usare le fotocamere dei cellulari per contribuire al canale YouTube. |
7 | পিয়েদ্রাবুয়েনা এলাকায় পরিবর্তনের জন্য এটি আরো সহায়ক হিসেবে কাজ করবে। | Questo permetterebbe di avere ulteriori punti di vista sulla varietà del quartiere di Piedrabuena. |
8 | নিচের ভিডিওটিতে, দলের দুইজন প্রতিষ্ঠাতা, জুয়ান “পেপি” গারাচিকো এবং লুসিয়ান গারামুনো তাদের ছায়া নিয়ে কথা বলেন যা পিয়েদ্রাবুয়েনার বাসভবন ও তারা সামাজিক মাধ্যমের সাহায্যে কিভাবে তাদের কথা বলে, তাকে বুঝিয়েছে। | Nel seguente video , due dei membri fondatori del Capannone, Juan “Pepi” Garachico e Lucian Garramuño, parlano di cosa il Capannone significhi per i residenti e come vengano usati i citizen media per raccontare le storie di Piedrabuena. |
9 | তো তারা কি করেছে? | Ma cosa sono stati in grado di fare? |
10 | তাদের ইউটিউব চ্যানেলে, পিয়েদ্রাবুয়েনা টিভি একটি শৈল্পিক প্রদর্শনী যা কালচারাল শেডে প্রতিদিনের কর্মকাণ্ড এবং ভিডিওর মাধ্যমে তাদের প্রকাশের মাধ্যমে তাদের শৈল্পিক পথ হয়ে ওঠার কথা বলেছে। | Piedrabuenartv è uno show artistico che trasmette immagini delle attività giornaliere nel Capannone culturale, oltre ad essere uno sbocco artistico per la comunità in modo che possa esprimere se stessa tramite i video. |
11 | পরের ভিডিওটিতে একটি শূণ্য উদ্যানের সাংস্কৃতিক শহরে পরিণত হওয়া দেখানো হয়েছে যেখানে স্থানান্তরিত খেলার মাঠ এক নতুন জায়গা খুঁজে পেয়েছে, এবং উন্মুক্ত থিয়েটার মঞ্চ নির্মাণ হচ্ছে, এসব কিছু সুউচ্চ অ্যাপার্টমেন্ট ভবন দ্বারা পরিবেষ্টিত যেখানে ঐ সমাজের বেশিরভাগ মানুষ বাস করে। | Il video successivo mostra la trasformazione di un lotto vuoto in una cittadella culturale, dove poter organizzare un parco giochi, e un teatro all'aria aperta è stato costruito, tutto ciò circondato dai caseggiati a molti piani dove vive la maggior parte della comunità. |
12 | অন্য পর্বগুলোতে ঐ এলাকায় সংস্কৃতি পরিবর্তন নিয়ে অধিবাসীদের প্রত্যাশা নিয়ে কথা বলা দেখানো হয়েছে, এবং এর মত, পরেরটিতে, পেছন ফিরে দেখা হয়েছে যখন ৩০ বছর পর প্রথমবারের মত তারা ইটের দালানের জানালা খুলে দেখেছে। | Altri episodi dello show ritraggono gli abitanti del quartiere che parlano delle loro aspettative sulle trasformazioni culturali del quartiere oppure, come in questo che segue, di quando riaprirono le finestre murate da 30 anni. |