# | ben | ita |
---|
1 | নেপালের ভূমিকম্প পরবর্তী জীবন তুলে ধরলো একটি ছবি প্রকল্প | Progetto fotografico documenta la vita post-terremoto in Nepal |
2 | পোখারার একটি ইঁটের দেয়ালে লিখে রাখা আছে দিনটি, যার কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। | |
3 | পোখারায় ভুমিকম্পের আঁচ খুব একটা লাগেনি। | Una data che nessuno di noi dimenticherà, scritta su un muro di Pokhara. |
4 | কিন্তু ভুমিকম্পের পরবর্তী কম্পনের কারণে বেশিরভাগ পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন। হোটেল রুমগুলো ফাঁকা পড়ে আছে। | Il terremoro ha risparmiato Pokhara, ma le scosse di assestamento hanno portato molti a cancellare prenotazioni e a lasciare stanze vuote negli hotel. |
5 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১। | Foto di @paavan11 via Nepal Photo Project. |
6 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
7 | গত কয়েক মাসে নেপালে পরপর তিনটি তীব্র মাত্রার ভুমিকম্প হয়েছে। | |
8 | এতে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেকে। | Negli ultimi mesi il Nepal è stato devastato da tre terremoti disastrosi. |
9 | বাস্তুচ্যুত হয়েছেন ২ মিলিয়ন মানুষ। তাছাড়া ৮ মিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে ভূমিকম্পে ক্ষতির শিকার হয়েছেন। | Sono state più di 8.000 le vittime, il doppio i feriti e, circa due milioni, le persone che hanno perso le rispettive abitazioni. |
10 | (আরো বিস্তারিত তথ্যের জন্য গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজ দেখুন।) নেপাল ছবি প্রকল্প এই দুর্যোগের ছবি তুলে রাখতে কাজ করছে। | |
11 | কাঠমান্ডু'র দশজন আলোকচিত্রী এই প্রকল্পের জন্য কাজ করছেন। | In totale circa otto milioni di persone sono state colpite dal terremoto. |
12 | প্রকল্পের কাজে নেতৃত্ব দিচ্ছেন আলোকচিত্রী সুমিত দয়াল এবং লেখক তারা বেদী। | Per ulteriori informazioni, c'è la Coverage Speciale di Global Voices sull'argomento qui [en, come tutti i link seguenti]. |
13 | এই দু'জন গত ২৫ এপ্রিল ভূমিকম্প হওয়ার পরপরই ছবি তুলে রাখার প্রকল্প হাতে নেন। | Lo scopo del Nepal Photo Project è documentare la catastrofe attraverso le immagini. |
14 | ইতোমধ্যে প্রকল্পের ইনস্টাগ্রাম পাতায় ৬১,৪০০ জনের বেশি এবং ফেসবুকে ৭,৬০০ জনের বেশি অনুসরণকারী জুটেছে। | Il progetto è stato lanciato appena dopo il terremoto del 25 aprile, da dieci fotografi di Kathmandu e dintorni e diretto da Sumit Dayal (fotografo) e Tara Bedi (autrice). |
15 | ক্রাউডসোর্সিং ছবির মাধ্যমে আলোকচিত্রীরা ভূমিকম্প পরবর্তী জীবন কেমন কাটছে, তাই তুলে ধরেছেন। | Attualmente ha più di 61.400 followers su Instagram e più di 7.600 su Facebook. |
16 | তাদের তুলে ধরা ছবির মধ্যে যেমন ধ্বংসযজ্ঞ, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম, পুনর্গঠন রয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য আশার আলোও ফুটে উঠেছে। | Le foto caricate dagli utenti su Instagram e Facebook raccontano le storie di vita degli abitanti del Nepal dopo il terremoto. |
17 | প্রকল্পটি জনপ্রিয়তা পাবার কারণ খুব সাধারণ। | Le immagini raffigurano la devastazione, il salvataggio, i soccorsi, la ricostruzione e i barlumi di speranza. |
18 | যে কেউ #নেপালছবিপ্রকল্প হ্যাশট্যাগ ব্যবহার করে এতে ছবি যুক্ত করতে পারেন। সাথে অবশ্য ছবির বিষয়বস্তু নিয়ে একটা ক্যাপশন দিতে হয়। | La crescente popolarità del progetto è dovuta probabilmente al suo semplice concetto: contribuire mettendo agli scatti e aggiungengo l'hashtag #nepalphotoproject, più una breve didascalia riguardo il contesto e le persone ritratte. |
19 | উদ্যোক্তারা একে আরো বেশি ব্যবহারিক এবং ব্যক্তিগত রাখতে চেষ্টা করেছেন। | Gli organizzatori intendono gestire il progetto in modo funzionale e personale. |
20 | প্রকল্পের সাম্প্রতিক ছবিগুলোতে নেপালে যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে এবং জনগণ দেশটিকে পুনর্গঠন করছে তা দেখানো হয়েছে। | Le immagini postate più recentemente sono foto che immortalano la quotidianità in Nepal, la ricostruzione e il lento ritorno alla normalità. |
21 | এ হচ্ছে মঞ্জু গুরুং। | Ecco Manju Gurung. |
22 | যতোবারই আমি তার ছবি তুলতে গেছি, সে ততোবারই চাপা হাসি দিয়ে পালিয়ে গেছে। | Ogni volta che cercavo di farle una foto, correva via ridendo. |
23 | গত ২৫ এপ্রিলের পর থেকে তারা অন্য আরো দু'টি পরিবারের সাথে মুরগির জন্য বানানো শেডের নিচে বসবাস করছে। | Dal 25 aprile lei e la sua famiglia vivono in un pollaio insieme ad altre due famiglie. |
24 | সম্প্রতি তার স্কুল খুলেছে। সে তার বন্ধুদের সাথে স্কুলে যেতে পেরে খুশি। | Perlomeno può andare a scuola ed è contenta perché può stare con le sue amiche. |
25 | তবে সে আমাকে বলেছে, স্কুলে কোনো ক্লাস হয় না। বন্ধুদের সাথে খেলেই সময় কাটে। | Mi raccontava che le lezioni non vengono svolte e che loro giocano per passare il tempo. |
26 | তার আশা, আগামী সপ্তাহ থেকে স্কুলে নিয়মিত ক্লাস হবে। | Manju spera che dalla prossima settimana ricomincino le lezioni. |
27 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী। | Foto di @sachindrarajbansi via Nepal Photo Project. |
28 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
29 | সিক্রিগ্রায়াং, নেপাল। | Sikrighyang, Nepal. |
30 | বাড়ির জন্য কতোটুকু কাঠের দরকার হবে মান বাহাদুর তা বিলংয়ের কাছে জানতে চাইছেন। ৩১ বছর বয়সী বিলং পাশের দেশ ভারত থেকে এসেছেন। | Mann Bahadur chiede a Bilong le misure per il legno di cui hanno bisgno per ricostruire la sua casa, distrutta dal terremoto. |
31 | বাঁশের বাড়ি বানানোয় তার রয়েছে ৭ বছরের অভিজ্ঞতা। ভাষাগত ভিন্নতা থাকলেও তারা একে অপরকে ভালোই বুঝতে পারেন। | Bilong, 31 anni, viene dall'India e ha un'esperienza di sette anni nella costruzione di case di bambù. |
32 | ভূমিকম্পে ধ্বংস হওয়া মান বাহাদুরের বাড়ি নতুন করে বানাতে একসাথে কাজ করছেন তারা। | Nonostante parlino lingue diverse, si capiscono bene e lavorano insieme per ricostruire la casa di Mann Bahadur. |
33 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন উজ্জ্বলগার্গ০৪১২। | Foto di @ujwalgarg0412 via Nepal Photo Project. |
34 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
35 | ভূমিকম্পের পরে থেকে থেকে কেঁপে ওঠার ৪৬ দিন পার হয়ে গেছে। এখন মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে। | Ora finalmente sembra che la Terra possa di nuovo riposare - dopo 46 giorni di costante minaccia dovuta alle continue vibrazioni. |
36 | গত কিছুদিন ধরে দু'দিন পরপরই আমরা ৪. | |
37 | ১ মাত্রার কম্পনের মুখোমুখি হচ্ছিলাম। মানুষজন এখন আগের মতোই দিন কাটাচ্ছে। | Oggi alle due del mattino si è verificato un terremoto con magnitudo 4.1, dopo una pausa di due giorni. |
38 | শান্তিতে ঘুমাতে পারছে। ভয়ে, রাতে আর বাতি জ্বালিয়ে রাখতে হচ্ছে না। | Le persone sono ritornate alla loro vita quotidiana, dormono in pace e spengono le luci di notte. |
39 | রাস্তায় গাড়িঘোড়াও বেড়েছে। | Anche il traffico è tornato. |
40 | কাঠমুন্ডু স্বাভাবিক হয়ে উঠেছে। | Kathmandu torna alla normalità. |
41 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সাগরছত্রী। | Foto di @saagarchhetri via Nepal Photo Project. |
42 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
43 | ধ্বংসস্তুপের স্মৃতি: আমি যখন সানখু'র ধ্বংসস্তুপে ভরা একটি সরু গলি দিয়ে হেঁটে আসছিলাম, তখন এই ছবিটি দেখি। | Ricordi tra le macerie - mentre stavo camminando per una strada di Sankhu, piena di macerie, mi sono imbattuto in questa foto. |
44 | ভালো করে লক্ষ্য করে দেখলাম, ছবির লোকজন রোদ পোহাচ্ছে। এই গ্রাম্য শহরে একদা এরকম দৃশ্য অহরহ চোখে পড়তো। | Guardando più da vicino, ho visto gente del posto che si scaldava al sole - una scena che, prima del terremoto, avrei potuto osservare in paesini e in piccole città. |
45 | এখন সর্বত্র শুধু ধ্বংসস্তুপ। এই ছবি একসময়ের সুখস্মৃতির কথা মনে করিয়ে দেয়। | Tra le rovine onnipresenti, questa foto è solo un ricordo lontano. |
46 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী। | Foto di @sachindrarajbansi via Nepal Photo Project. |
47 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
48 | বাঙ্গামাটির দিব্য জ্যোতি স্কুলের শিক্ষার্থীরা। | |
49 | স্কুলটি কোআর্ট #রিবিল্ডিংবাঙ্গামাটি টিমের সদস্যরা পুনর্গঠন করে দিয়েছে। | Studenti della scuola Dibya Jyoti a Bungamati, in una capanna provvisoria costruita dal team # RebuildingBungamati impegnato nella ricostruzione. |
50 | কিছু কিছু ক্লাস পুরোনো ভবনেই নেয়া হচ্ছে। | Alcune classi seguono le lezioni nel vecchio edificio scolastico. |
51 | টিমের সদস্যরা অদূরেই আরো কিছু আশ্রয়কেন্দ্র তৈরি করছেন। | Il team lavora per creare ulteriori capanne nelle vicinanze. |
52 | এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরে গত সপ্তাহে নেপালের বেশিরভাগ স্কুল চালু হয়েছে। যদিও অনেক স্কুলের ভবন নিরাপদ নয়। | La maggior parte delle scuole del Nepal, dopo il devastante terremoto nel mese di aprile, hanno ripreso le lezioni la settimana scorsa. |
53 | সেজন্য খোলা আকাশের নিচে ক্লাস নেয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় অবশ্য ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নেয়া হচ্ছে। | Dato che molti edifici scolastici non sono più sicuri, le lezioni si tengono all'aria aperta o addirittura in edifici a rischio di crollo. |
54 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কিশোরকেএসজি। | Foto di @kishorksg via Nepal Photo Project. |
55 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
56 | আপনি একে যদি স্টিভেন স্পিলবার্গের ছবির দৃশ্য ভেবে থাকেন, তাহলে ভুল হবে। আমি এই বালকটিকে যখন দেখি সে হাতে তৈরি খেলনা সামনে ঠেলছিল। | Proprio come in una scena dei film di Steven Speilberg, così ho visto questo ragazzino che spingeva, tra le macerie della casa dei suoi vicini, un semplice bastone fatto da lui e due ruote metalliche, usati come giocattoli. |
57 | খেলনাটি বানানো হয়েছে একটি লাঠির সাথে দু'টি ধাতুর চাকা দিয়ে। | Osservavo come muoveva il giocattolo tra le macerie. |
58 | আমি তাকে ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে তার খেলনাটি চালিয়ে যেতে দেখলাম। | |
59 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কেভিনকাস্টার।। | Foto di @kevinkuster via Nepal Photo Project. |
60 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
61 | ১৮৫৫ থেকে ১৮৫৬ সালে নেপাল এবং তিব্বতের মধ্যে যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে উভয় পক্ষের বিপুল সংখ্যক সৈন্য মারা যায়। | Durante la guerra nepalese - tibetana tra il1855 e il 1856, sono state numerose le vittime registrate da entrambe le parti. |
62 | যুদ্ধ শেষে হাইবাঙ্গের সৈন্যরা গ্রামে ফেরেন, তখন তারা তাদের নিহত সহকর্মী যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষ রোপণ করেন। সেই গাছগুলো এখনো হাইবাঙ্গ গ্রামের প্রান্তদেশে দাঁড়িয়ে রয়েছে। | Dopo la guerra i soldati di Haibung ritornarono al loro paese e piantarono questo albero per ricordare i combattenti caduti e alleviare i loro peccati, commessi nell'uccidere migliaia di soldati nemici. |
63 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।। | L'albero è ancora in piedi al margine del 1° distretto di Haibung. |
64 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto di @sachindrarajbansi. Uso autorizzato |
65 | শহীদগেটে একটি ছোট্ট ধারাহারা বানানো হচ্ছে। | Costruzione di una piccola # dharahara a # sahidgate. |
66 | ভূমিকম্পে পড়ে যাওয়া ধারাহারার স্মৃতি মনে রাখতে দু'জন মানুষ একটি ছোট্ট ধারাহারা বানাচ্ছেন। | Due uomini lavorano alla costruzione di una piccola torre Dharahara, in memoria della storica torre Dharahara, distrutta dal terremoto del 25 aprile. |
67 | উল্লেখ্য, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ঐতিহাসিক ধারাহারা ধ্বংস হয়ে যায়। | |
68 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইন্সপায়ার্ডমনস্টার। | Foto di @inspiredmonster via Nepal Photo Project. |
69 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
70 | নেপালের চাপাগাওয়ের ১৬ বছর বয়সী সুলোচনা মহাজন চরকায় সুতা কাটছেন। | Sulochana Maharjan, 16 anni, lavora la lana a Chapagaon, Nepal. |
71 | ভূমিকম্পের পরে বাড়িতে থাকা নিরাপদ নয় ভেবে সে ও তার পরিবার বাড়ির পাশেই একটি তাঁবুতে দিন কাটাচ্ছেন। | A quel tempo, lei e la sua famiglia dormivano in una tenda vicino alla loro casa, incerti che la loro dimora fosse sicura per poterli accogliere. |
72 | ধ্বংসস্তুপের মাঝে তাদের দিন কাটে বিষণ্ন ভাবে। | La vita continua tra le macerie e il dolore. |
73 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইলিগার্ডনার। | Foto di @eliegardner via Nepal Photo Project. |
74 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
75 | যতোবারে পারা যায় নেপালিরা তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। | La popolazione nepalese si sta adoperando in tutti i modi possibili e immaginabili per ricostruire il Paese. |
76 | শিল্পী-সাহিত্যিকরা তাদের সৃজনশীলতা ব্যবহার করে অর্থ সংগ্রহের কাজ করছেন। | Ad esempio gli artisti usano il proprio talento per lanciare campagne e raccogliere fondi. |
77 | এরা কাঠমান্ডুভিত্তিক শিল্পী সংগঠন আর্ট ল্যাবের কর্মী। তারা রাস্তার পাশের দেয়াল ব্যবহার করে আশাবাদ, শান্তি, সহানুভুতি ও সাহসের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। | Nella foto compaiono due artisti di un eclettico gruppo di Kathmandu, chiamato Art Lab. Essi utilizzano le mura pubbliche per diffondere messaggi di speranza, pace, carità e coraggio - attraverso tali sforzi l'arte diventa terapia per tutte quelle persone traumatizzate dal terremoto. |
78 | তাছাড়া ভূমিকম্পে যারা মানসিক আঘাত পেয়েছেন, তাদের কাছে শিল্পকে একটি থেরাপি হিসেবে উপস্থাপন করতেও তারা দেয়ালে আশাবাদ আর সাহসের মন্ত্র লিখে রাখছেন। | |
79 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন প্রাচ_ইজ_হেয়ার। | Foto di @prach_is_here via Nepal Photo Project. |
80 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
81 | ২৫ এপ্রিলের ভূমিকম্পের পরে চলতি সপ্তাহে নেপালের স্কুলগুলো খুলেছে। | Dopo il terremoto del 25 aprile, questa settimana si sono riaperte le scuole in Nepal. |
82 | বটগাছের শীতল ছায়ার নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এটি গোর্খার খুব কাছে সালয়ানতরে অবস্থিত। | Qui siamo all'ombra di un maestoso albero di Banyan in Salyantaar, vicino Gorkha. |
83 | নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন মিকানেস। | Foto di @mikaness via Nepal Photo Project. |
84 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Uso autorizzato |
85 | কাঠমুন্ডুর একটি ক্যাম্পে পুলিশ কনস্টেবল এবং জুডো খেলোয়াড় প্রমীলা খাদকা মহিলা ও শিশুদের আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন। | Pramila Khadka, poliziotta e un atleta di judo, con il suo team impartisce lezioni di autodifesa a donne e bambini in un accampamento di Kathmandu. |
86 | একজন অংশগ্রহণকারী আমাকে বলেছেন “ক্যাম্পের পরিবেশ বাড়ির মতো নয়। | “Vivere in un accampamento non è come vivere a casa. |
87 | চারদিকে অসংখ্য আগন্তুক ঘুরে বেড়াচ্ছে। | Si è circondati da molti estranei. |
88 | এখন একজন ছেলে যদি আমাকে উত্যক্ত করে, তবে সে নিজেকে বাঁচাতে পারবে না”। নেপাল পুলিশের কাজ পছন্দ হলো। | Ma se un ragazzo mi infastidisce, lui non sarà più al sicuro”, racconta una delle partecipanti. |
89 | তাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন। নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১। | Complimenti alla polizia del Nepal, il cui lavoro mi piace molto! |
90 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto di @paavan11 via Nepal Photo Project |