# | ben | ita |
---|
1 | ব্রাজিল: একজন পথিকৃৎ ডিজিটাল কর্মীকে হারানো | Brasile: RIP Daniel Pádua, pioniere dell'attivismo digitale |
2 | ড্যানিয়েল পাদুয়া ব্রাজিলের এক সুপরিচিত ডিজিটাল কর্মী ছিলেন। | Daniel Pádua, noto attivista digitale brasiliano appena scomparso. |
3 | ছবি কাটিয়া কাটিহারার ওয়ার্ডপ্রেস-বিআর এর সৌজন্যে | Foto di Cátia Kitahara su WordPress-BR. |
4 | ব্রাজিল গত নভেম্বরের ২০ তারিখে তার অন্যতম এক ডিজিটাল অ্যাক্টিভিস্ট (কর্মী) কে হারিয়েছে, যে ছিল ব্রাজিলের ডিজিটাল কার্যক্রমের পথিকৃৎ। | |
5 | তার নাম ড্যানিয়েল পাদুয়া। | Il Brasile ha perso oggi uno dei suoi pionieri dell'attivismo digitale. |
6 | কিছুদিন আগে ড্যানিয়েল পাদুয়ার (যিনি টু্ইটারে @ডিপাদুয়া নামে পরিচিত ছিলেন) শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং আজ সকালে সে ব্রাসিলিয়ায় ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরাস্ত হয়। | Daniel Pádua [pt] (anche noto come @dpadua [pt] su Twitter) qualche giorno fa ha perso la battaglia contro il cancro a Brasilia. |
7 | সে সব সময় ওপেন সোর্স (উন্মুক্ত সফ্টওয়্যার) ব্যবহার করায় বিশ্বাসী ছিল এবং এমনকি ব্রাজিলেও সে সংস্কৃতিকে উন্মুক্ত করার পক্ষপাতী ছিল। অনেক ব্লগারের পোস্টে সাইবার এক্টিভিজম ও ইন্টারনেট বাক স্বাধীনতার এক শক্তিশালী উদাহরণ হিসেবে ছিল ড্যানিয়েল। | Sempre presente negli eventi dedicati alla cultura libera e al software open source in Brasile, è stato un forte punto di riferimento per molti blogger riguardo il cyber-attivismo e la libertà d'espressione su Internet. |
8 | ওয়ার্ডপ্রেস-বিআর ব্লগে, কাটিয়া কিটাহারা লিখেছেন [পর্তুগীজ ভাষায়]: | Sul blog WordPress-Br [pt], Cátia Kitahara ha scritto [pt]: |
9 | আজ আমরা ড্যানিয়েল পাদুয়াকে হারালাম। এই সম্প্রদায়ের সে ছিল এক প্রিয় বন্ধু। | Oggi abbiamo perso Daniel Pádua, un carissimo amico di questa comunità. |
10 | আমরা তার অনুপস্থিতি অনুভব করব। আমরা কেবল তার অসাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তার অভাবই অনুভব করব না, তার মত চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবও অনুভব করব। | Ne sentiremo la mancanza, non solo per il grande talento e intelligenza, ma soprattutto per il suo carattere. |
11 | তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা রইল। | Siamo vicini alla famiglia e agli amici che lo hanno perso. |
12 | যখন সারা ওয়েবে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তখন যে সমস্ত টুইটার ব্যবহারকারী তার কাজ এবং অঙ্গীকার সম্বন্ধে জানত, তারা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং তাকে শেষ বিদায় জানায়: | Mentre la notizia ha preso a diffondersi sul web, gli utenti di Twitter che ne hanno conosciuto l'attività e l'impegno hanno onorato la memoria di Daniel [pt] con l'addio finale: |
13 | এখন অস্তগামী সূর্য @ডি পাদুয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে। | Il tramonto rende omaggio a @dpadua. |
14 | ৪৮০এন। | 408N. |
15 | এটাই ড্যানিয়েল পাদুয়ার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর শ্রদ্ধা প্রকাশ। | Questopost è l'omaggio di Global Voices per Daniel Pádua. |
16 | ড্যানিয়েল, তুমি শান্তিতে ঘুমাও। | Riposi in pace. |