Sentence alignment for gv-ben-20101029-13230.xml (html) - gv-ita-20101027-25946.xml (html)

#benita
1জামাইকা: ‘চমৎকার শাসককে’ বিদায়Giamaica: commosso addio all'artista reggae Gregory Isaac
2ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধের পরে জনপ্রিয়ভাবে ‘কুল রুলার' (চমৎকার শাসক) নামে পরিচিত জামাইকার রেগি সঙ্গীত ব্যক্তিত্ব গ্রেগোরি আইজাকস আজ (২৫শে অক্টোবর, ২০১০) লন্ডনে তার বাসভবনে মারা গেছেন।Gregory Isaacs [it], icona del reggae giamaicano, meglio noto come “Cool Ruler”, si è spento la mattina del 25 ottobre [en, come tutti i link successivi] nella sua casa londinese, dopo una lunga lotta con il cancro.
3রেগি গোত্রের মধ্যে সব থেকে আবেদনময়ী কণ্ঠের অধিকারী আইজাকস সম্ভবত তার ‘নাইট নার্স' গানের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন (১৯৮২ সালের একই নামের অ্যালবাম থেকে)।Isaacs, che del reggae era una delle voci più soul, veniva ricordato soprattutto per il suo singolo più famoso, “Night Nurse” (dall'omonimo album del 1982).
4জামাইকার ব্লগ জগত তার মৃত্যুর সংবাদ শুনে জীবন্ত হয়ে উঠেছে, যেমন সরব হয়ে উঠেছে সামাজিক মিডিয়া সাইটগুলো যেমন টুইটার আর ফেসবুক, যেখানে ভক্তরা তার জীবন আর কাজকে সম্মান জানিয়েছেন।Appena diffusasi la notizia, la blogosfera giamaicana è entrata in fibrillazione, come anche Twitter e Facebook, dove i fan hanno reso tributo all'opera e alla vita dell'artista.
5গ্রাউন্ডনিউজ রিপোর্টস এর ফেসবুক স্ট্যাটাস এ এই বার্তা দেয়া হয় এবং সেটি এই দলের টুইটার অ্যাকাউন্টেও তুলে দেয়া হয়:Sul profilo Facebook di On the Ground News Reports‘ è apparso questo aggiornamento, poi rilanciato anche dall'account Twitter del gruppo:
6নিশ্চিত করা গেছে যে কিংবদন্তী রেগি শিল্পী গ্রেগোরি আইজাকসের মৃত্যু সংবাদ তাকে টুইটারে সব থেকে বেশী টুইট করা বিষয় হিসাবে দাড়িয়ৈছে যেখানে এই বিষয়ের উপরে প্রতি মিনিটে ২০টি করে টুইট হচ্ছে।Confermato: la notizia della morte del leggendario Gregory Isaacs è diventata l'argomento più dibattuto su Twitter; quasi venti al minuto i tweet sulla sua scomparsa.
7মৃত এই সঙ্গীতশিল্পী সম্পর্কে টুইট #আইজাকস, #গ্রেগোরির আত্মা শান্তি পাক, #নাইট নার্স আর #রিপ গ্রেগোরি আইজাকস হ্যাশট্যাগে পাওয়া যাবে।Per leggere le reazioni alla scomparsa del musicista, basta seguire gli hashtag #Isaacs, #RIP Gregory, #Night Nurse e #RIP Gregory Isaacs.
8ইয়ার্ডফ্লেক্স. কম আইজাকসকে ‘সত্যিকার জামাইকার প্রতীক' হিসাবে বর্ণনা করেছেন:YardFlex.com lo definisce “una vera e propria icona giamaicana”, aggiungendo:
9রেগির পতাকা উত্তোলনে তিনি অনেক করেছেন।Ha contribuito tantissimo nel tenere alta la bandiera del reggae.
10আমরা তার পরিবার, বন্ধু আর ভোক্তাদের এই কঠিন সময়ে পার হওয়ার জন্য প্রার্থনা করছি।Speriamo che la sua famiglia, i suoi amici e i suoi fan recuperino la forza d'animo per superare questi difficili momenti.
11দ্যা ক্যারিবিয়ান রিভিউ অফ বুকস এর ব্লগ এন্টিলস জানিয়েছে:Antilles, blog della The Caribbean Review of Books, segnala:
12আইজাককে এক সময়ে বর্ণনা করা হতো ‘রেগির সব থেকে অভিনব কণ্ঠশিল্পী হিসেবে, তার অপূর্ব কণ্ঠ মুন ব্যালাড আর নাচ-গান দুটোর জন্যেই ভালো।Isaacs è stato descritto come “la voce più deliziosa del reggae: un baritono versatile a suo agio tanto con le ballate più delicate quanto con i groove festaioli più incalzanti”.
13দ্যা উইকেডেস্ট টাইম বিদায় নিতে কষ্ট পাচ্ছেন:The Wickedest Time ritiene sia difficile dirgli addio:
14আমি খুবই দু:খের সাথে জানাচ্ছি যে আর একজন রেগি কিংবদন্তী আজ সকালে ৫৯ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন।È straziante annunciare che un'altra icona del reggae ci ha lasciato, questa mattina, all'età di 59 anni.
15যখনি মহৎ কিছু হারানো হয় সেটা দুখের দিন হয়, আর আমরা তার ভক্তরা এটা বোধ করছি।È sempre triste perdere qualcosa di fenomenale, ed è proprio così che noi fan ci sentiamo adesso.
16রেগি সঙ্গীত আর একটা কিংবদন্তী হারালো। শান্তিতে ঘুমান গ্রেগোরি আইজাকস, আমরা আপনাকে ভালোবাসি!Il reggae ha perso un'altra leggenda: riposa in pace, Gregory Isaac, ti amiamo!