# | ben | ita |
---|
1 | মালি: স্থানীয় ব্লগমণ্ডলের নীরবতা | Mali: silenziosa la blogosfera locale In Mali ci si preparava per le elezioni. |
2 | মালির জনগণ নির্বাচনের জন্যে প্রস্তুতি নেয়ার সময় তাদের অজ্ঞাতসারেই তারা একটি ২১শে মার্চ, ২০১২ তারিখে সামরিক অভ্যূত্থানের এবং উত্তর মালির বিচ্ছিন্নতার হুমকির সম্মুখীন হয়। | I principali candidati mettevano a punto i loro account Twitter, Facebook e Google +. Anche i cittadini preparavano i blog e affilavano le lame taglienti dei loro twit caustici. |
3 | অভ্যুত্থানের সময় প্রধান প্রধান প্রার্থীরা তাদের ফেসবুক পৃষ্ঠাসহ তাদের টুইটার এবং গুগুল+ অ্যাকাউন্ট, আর নাগরিকরা তাদের ব্লগ আপডেট করছিলেন এবং টুইটে শান দিচ্ছিলেন। | Mentre tutto questo si stava muovendo, è avvenuto l'imprevisto: un colpo di Stato [fr] che minacciava la separazione del nord del Paese [fr] ha interrotto la routine pre-elettorale. |
4 | সংবাদ থেকে উত্তর বিছিন্ন এবং বিদ্যুৎ বঞ্চিত হলেও সন্তর্পণে সেগুলো দক্ষিণে এলে ইন্টারনেট এখানকার অধিবাসীদের সংগঠিত হওয়ার সুযোগ করে দেয়। | Se dal nord, isolato e senza elettricità, le notizie arrivano col conta gocce, nel Sud, nei social network cresceva la mobilitazione. |
5 | মালিতে অধিবৃত্তাকৃতি ডিশ, টুইটারের @ম্বোকোনিকো'র মাধ্যমে | Antenna parabolica in Mali via @Mbokoniko su twitter |
6 | লেখার সময় ‘কলেক্তিফ দেস রিসোর্তাসোঁ দ্যু নর্দ' (উত্তরে নাগরিকদের সম্মিলনী) অথবা কোরেন [সিওআরইএন]-এর ফেসবুক গ্রুপে সদস্যসংখ্যা ৩০৩. | Il ‘Collectif des Ressortissants du Nord' [en] (Collettivo dei Cittadini del nord o COREN ) ha 303 membri nel gruppo Facebook [fr]. |
7 | গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে সংহতি প্রদর্শনসহ আসন্ন ঘটনাগুলো বর্ণনা করার জন্যে ব্যবহৃত পৃষ্ঠাটির মাধ্যমে, কোরেন গোটা এলাকা জুড়ে মালির জনগণকে সংগঠিত করেছে - যেমন এটি দলের সদস্য উমর মাইগার নিচের স্ট্যাটাস আপডেটটি দেখাচ্ছে: | Nelle ultime settimane, il COREN si è mobilitato per l'integrità territoriale del Mali utilizzando la pagina per annunciare gli eventi delle settimane successive e per mostrare solidarietà, come mostrato nella pagina di un membro del gruppo, Oumar Maigar [fr]: |
8 | ঐক্য প্রদর্শনের জন্যে আপনার প্রোফাইল ছবি হিসেবে মালির পতাকা ব্যবহার করুন | Usate la bandiera del Mali come immagine sul vostro profilo per appoggiare l'unità del paese. |
9 | ব্লগ, টুইট এবং অন্যান্য দেশ থেকে আসা ভিডিও দিয়ে ইন্টারনেট প্লাবিত হয়ে গেলেও মালির ইন্টারনেট ব্যবহারকারীরা নীরব রয়েছেন। | Mentre internet è invaso da blog, tweet e video provenienti dall'estero, gli utenti internet del Mali rimangono in silenzio. |
10 | রাজধানী বামাকো মারাত্মক বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্যে প্রয়োজনীয় জ্বালানীর অভাবে। | La capitale Bamako risente ancora di gravi interruzioni di corrente giacché il carburante per alimentare le centrali elettriche scarseggia. |
11 | এই পরিস্থিতিতে বার্তা পাঠানোর চেয়ে উত্তরের নতুন নেতাদের সম্পর্কে তথ্য খুঁজে বের করা বেশি জরুরী। | In queste circostanze la priorità non è quella di inviare messaggi, ma piuttosto di ottenere informazioni sui nuovi padroni del nord. |
12 | তুয়ারেগদের পরিচালিত এমএনএলএ হিসেবে পরিচিত লিবারেশন, আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন-এর ওয়েবসাইটটি এক সপ্তাহ ধরে অফলাইন হয়ে রয়েছে। | La pagina web del Movimento Nazionale per la Liberazione della Azawad [fr], noto como MNLA, è stata fuori servizio per una settimana. |
13 | (উল্লেখ্য: ১০/০৪/২০১২ পর্যন্ত সাইটটি আবার চালু হয়েছে)। | Nonostante ciò il movimento ha continuato a pubblicare video sul suo canale di YouTube: Azawad17janvier2012 [fr]. |
14 | তবে আন্দোলনটি এর ইউটিউব একাউন্ট আজাওয়াদ১৭জানভি২০১২ -তে [ফরাসী] ভিডিও পোস্ট করা অব্যহত রেখেছে। এমএনএলএ স্বাধীনতার ঘোষণা করার জন্যে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স২৪-কে বেছে নিয়েছে। | Nel momento in cui il MNLA decide di rilasciare la sua dichiarazione di indipendenza sul canale francese “France 24″, nei social network si scatena la rabbia e l'indignazione della popolazione del Paese: |
15 | ঘোষণাটি মালির জনগণকে ধাক্কা দিয়েছে যেকারণে তারা টুইটারে নিচেরগুলোর মতো ইন্টারনেটে তাদের ক্ষোভ এবং ব্যাঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে: | @Skante2: Propagande du MNLA, les médias devraient alors inviter tous les séparatistes du monde sur leur plateau. On verra l'embouteillage.” |
16 | এমএনএলএ'র দলীয় প্রচারণা হলে, সেক্ষেত্রে মিডিয়ার পৃথিবীর সব বিচ্ছিন্নতাবাদীদের তাদের টিভি চ্যানেলগুলোতে আমন্ত্রণ উচিৎ। | @Skante2: Propaganda del MNLA, i media dovrebbero invitare tutti i separatisti del mondo nei loro studi. |
17 | তাহলে তো ট্রাফিক জ্যাম লেগে যাবে। | Ci sarebbe da divertirsi per la confusione. |
18 | কিন্তু প্রদর্শনীটি কেড়ে নিয়েছে ইসলামী আন্দোলন আনসার দাইন -এর যা তিম্বাকতু শহরের দখলের দৃশ্যগুলো। | Ma quello, che più di ogni altra cosa, ha fatto scalpore sono state le immagini del movimento islamista Ansar Dine [en], girate nella città di Timbuktu. |
19 | এএফপি-টেলি'র তোলা ছবিগুলো এখন পর্যন্ত ৭,২০০ জন দেখেছে এবং তা বামাকোর রাস্তায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। [ফরাসী] | Le immagini prese da AFP-TV hanno raggiunto le 7.200 visite e sono state l'argomento di maggior discussione tra le strade di Bamako. |
20 | উত্তর মালির পরিস্থিতিতে বিশৃঙ্খলার রাজত্ব বিরাজ করলেও কিছু কিছু মানুষ এটা থেকে মুনাফা লাভের একটি উপায় খুঁজে বের করেছে, ব্যবহারকারী @ফ্ল্যাগসঅনলাইন-এর এই টুইটটি যেমন দেখাচ্ছে: | Nonostante il caos attuale nel nord del Mali, c'è chi approfitta dell'occasione e trova un modo per trarne profitti: |
21 | @ফ্ল্যাগসঅনলাইন ২০% মূল্যহ্রাসকৃত আজাওয়াদ পতাকা, ভাউচার সংকেত: এজেড১২৫১১৫ এখুনি কিনুন! | Bandiere Azawad, il 20% in meno, codice prodotto: az125115 Compralo subito! |
22 | #আজাওয়াদ #পতাকা #ভেক্সিলোলোজি | #azawad #flag #vexillology |