# | ben | ita |
---|
1 | টুইটারে প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মুরসির বাগাড়ম্বর | Egitto: l'ex presidente Morsi delira su Twitter |
2 | মোহামেদ মুরসি এখন আর মিশরের রাষ্ট্রপতি নন। এর পরিবর্তে, তিনি তার যাচাইকৃত টুইটার অ্যাকাউন্ট @ইজিপ্রেসিডেন্সি এর মাধ্যমে টুইটারে বাগাড়ম্বর করেছেন। | Mohamed Morsi non è più il presidente dell'Egitto [it] e in compenso scrive frasi deliranti sul suo profilo Twitter @EgyPresidency [en, come tutti i link salvo dove diversamente indicato]. |
3 | মুরসির এক বছরের রাজত্ব শেষ হয়ে যায় যখন গত ৩০ জুন তারিখে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়ে মিশর জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। | Il mandato è stato interrotto dopo un anno, a seguito delle imponenti proteste diffusesi dal 30 giugno in tutto l'Egitto, in cui si reclamavano a gran voce le dimissioni di Morsi. |
4 | মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এক মিনিট আগে সরাসরি সম্প্রচারে ঘোষণা করেন, সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মন্সুর নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি করে একটি টেকনোক্রেট জাতীয় সরকার গঠন করা হবে। | Il 3 luglio, nel corso di una diretta televisiva, il capo delle Forze armate egiziane Abdel Fattah Al Sisi [it] ha dichiarato che il presidente della Suprema Corte Costituzionale egiziana Adli Mansur [it] sarà il nuovo presidente ad interim e che verrà formato un governo tecnico. |
5 | আল সিসি মিশরের সংবিধান স্থগিত করা হয়েছে বলেও ঘোষণা করেছেন এবং বলেছেন, রাষ্ট্রপতি ও সংসদ উভয় নির্বাচনের জন্যই প্রস্তুতি নেওয়া হবে। | Inoltre, il generale Al Sisi ha annunciato che la Costituzione egiziana è stata sospesa e che si darà presto il via ai preparativi per le elezioni presidenziali e parlamentari. |
6 | ইংরেজিতে টুইটের একটি সিরিজে, মুরসি লিখেছেন একটি পূর্ণ অভ্যুত্থানে সেনাবাহিনী কীভাবে প্রতিনিধিত্ব করেছে: | In alcuni tweet, Morsi ha descritto l'azione intrapresa contro di lui da parte dell'esercito come un vero e proprio colpo di Stato: |
7 | @ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। | @EgyPresidency: Pres. |
8 | মুরসিঃ সশস্ত্র বাহিনীর নেতৃত্বের দ্বারা ঘোষিত পদক্ষেপ একটি পূর্ণ অভ্যুত্থান, যেটি মিশরে সুশীল গণতন্ত্রের জন্য লড়াই যারা সব মুক্ত পুরুষকে প্রত্যাখ্যান করেছে। | Morsy: Le misure annunciate dal comando delle forze armate rappresentano un vero e proprio colpo di stato, rifiutato nella maniera più assoluta da ogni uomo libero del nostro paese |
9 | তিনি আরও লিখেছেনঃ | Poi aggiunge: |
10 | @ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। | @EgyPresidency: Pres. |
11 | মুরসিঃ মিশরে সুশীল গণতন্ত্রের জন্য লড়াই যারা সব মুক্ত পুরুষ সশস্ত্র বাহিনীর ঘোষণার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। | Morsy: L'annuncio diffuso dalle forze armate viene rifiutato da tutti coloro che hanno lottato per un Egitto civile e democratico. |
12 | এবং নোট লিখেছেনঃ | E rimarca: |
13 | @ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। | @EgyPresidency: Il Pres. |
14 | অভ্যুত্থান ঘটিয়ে #মিশর কে পিছনের দিকে না নিতে মুরসি আইন ও সংবিধানের সমর্থনে বেসামরিক ও সামরিক সদস্যদের প্ররোচনা দিয়েছেন। | Morsy invita civili e membri dell'esercito a tutelare la legge e la Costituzione e a non accettare questo colpo di stato che catapulta l'Egitto [#Egypt] indietro nel tempo di anni |
15 | এছাড়াও মুরসি রক্তপাত এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন: | Morsi chiede inoltre che vengano evitati spargimenti di sangue: |
16 | @ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। | @EgyPresidency: Il Pres. |
17 | মুরসি সবাইকে শান্ত থাকার জন্য এবং রক্তপাত এড়াতে দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন। | Morsy esorta alla pace e ad evitare spargimenti di sangue all'interno del paese. |