# | ben | ita |
---|
1 | সুদান: বিক্ষোভকারীরা জার্মান দূতাবাস পোড়ানোর পর ইউটিউব নিষিদ্ধ | Sudan: YouTube bloccato dopo proteste anti-USA |
2 | খার্তুমে ক্ষুদ্ধ সুদানী বিক্ষোভকারীরা ১৪ই সেপ্টেম্বর, ২০১২ তারিখ শুক্রবার নবী মোহাম্মদকে অপমান করে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী একটি চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আক্রমণ করে জার্মান দূতাবাস এবং আমেরিকান দূতাবাস। | |
3 | ‘মুসলিম ইনোসেন্স' নামের কম বাজেটের একটি চলচ্চিত্রের ১৪ মিনিটের ট্রেইলারের ইউটিউব ভিডিও সারা বিশ্বের মুসলমানদের ক্ষোভ উস্কে দিয়েছে। | Il trailer da 14 minuti del film amatoriale che ironizza su Maometto caricato su YouTube, ha scatenato la rabbia dei musulmani di tutto il mondo. |
4 | লিবিয়া বেন গাজীতে একটি উত্তেজিত জনতা মার্কিন কনস্যুলেট আক্রমণ করে সেখানকার আমেরিকার রাষ্ট্রদূতসহ দূতাবাসের তিনজন কর্মীকে হত্যা করেছে। | Dopo i tragici eventi a Bengasi, nei giorni scorsi cittadini sudanesi infuriati hanno attaccato [en come i link successivi seguenti, eccetto ove diversamente indicato]] le ambasciate tedesca e americana a Khartoum. |
5 | ভিডিও ভাগাভগির সাইট ইউটিউব আপত্তিকর ভিডিওটি নামিয়ে ফেলতে অস্বীকার করার পরে কর্তৃপক্ষ এখন সেটা অবরুদ্ধ করে রাখার পর থেকে সুদানের ইন্টারনেটে প্রতিক্রিয়াগুলো চুইয়ে চুইয়ে আসতে শুরু করেছে। | Le ripercussioni delle proteste si sono lentamente diffuse su Internet, mentre YouTube è stato attualmente bloccato dalle autorità, dopo il rifiuto dell'azeinda di togliere il video dal sito. |
6 | নতুন খার্তুন: খালিদ আলবাইহ তার ফেসবুক পৃষ্ঠায় সুদানের সেন্সরশীপের উপর কার্টুনটি ভাগাভাগি করেছেন (১৭/০৯/১২)। | Khalid Albaih condivide questo fumetto sulla censura in Sudan sulla sua pagina Facebook (17/09/12). |
7 | সুদানের ব্লগার উসামাহ মোহাম্মেদ ১৬ই সেপ্টেম্বর তারিখে টুইট করেছেন: | Il blogger sudanese Usamah Mohammed scrive: |
8 | @সিমসিমত: অনেক সুদানী টুইপের মাধ্যমে নিশ্চিত হয়ে @ইউটিউব অবরুদ্ধ করা হয়েছে #সুদান | @simsimt: Confermato da molti tweep sudanesi, @YouTube è stato bloccato #Sudan. |
9 | এবং খালিদ আলবাইহ ব্যাখ্যা করেছেন: | E Khalid Albaih spiega: |
10 | @খালিদআলবাইহ: এরকম কথা শোনা যাচ্ছে যে দাঙ্গা শুরু করা ভিডিওটি নামিয়ে নিতে অস্বীকার করা পর #সুদান @ইউটিউব অবরোধ করেছে | @khalidalbaih: dice che il #Sudan ha bloccato @YouTube dopo il rifiuto di levare il video che ha dato origine alle rivolte |
11 | খার্তুমে কেন জার্মান দূতাবাস আক্রান্ত হলো নেটাগরিকরা টুইটারে সেই উত্তর খুঁজছে। | Su Twitter, i netizen cercano risposte sul perché dell'attacco all'ambasciata tedesca di Khartoum. |
12 | সুইজারল্যান্ডে বসবাসকারী মিশরীয় আলিয়া গাদ মতামত ব্যক্ত করেছেন [আরবী ভাষায়]: | L'egiziana Alyaa Gad, residente in Svizzera, commenta [ar]: |
13 | @আলিয়াগাদ: মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মিশরীয় একটি মন্দ চলচ্চিত্র তৈরী করেছে তাই তারা সুদানের জার্মান দূতাবাস পুড়িয়ে দিয়েছে। | @AlyaaGad: Un egiziano negli Stati Uniti produce un film sgradevole e di conseguenza danno fuoco all'ambasciata tedesca in Sudan. |
14 | এর কারণ হিসেবে বলা হয় যে তারা তাদের শিশুদের মাথায় অনেক আঘাত করে। | La ragione di tutto questo è che picchiano parecchio i bambini in testa. |
15 | আমি মজা করছি না। | Non sto scherzando. |
16 | ইউটিউবে ইয়াস ৯৯৬৬ এই ভিডিওটি ভাগাভাগি করেছেন যেখানে সুদানীদের বিক্ষোভ এবং বিভিন্ন দূতাবাস আক্রমণ করতে দেখা যাচ্ছে: | Su YouTube, yas9966 condivide questo video in cui si vedono i sudanesi manifestare e attaccare le ambasciate: |
17 | গুগল চাচা বলেছেন আমেরিকান দূতাবাস দূরে ছিল বলে সুদানীরা জার্মান দূতাবাস পুড়িয়ে দিয়েছে। তিনি টুইট করেছেন [আরবী ভাষায়]: | Secondo Uncle Google, i sudanesi hanno incendiato l'ambasciata tedesca dato che quella USA era lontana [ar]: |
18 | @গুগলচাচা: সুদানীদের জার্মান দূতাবাস পুড়িয়ে দেয়ার একমাত্র অজুহাত হলো কিছুটা দূরে মার্কিন দূতাবাসের অবস্থান | @UncleGoogle: L'unica scusa per i sudanesi per incendiare l'ambasciata tedesca era che quella americana era un po' lontana. |
19 | এবং ওমর আলহাদি ব্যাখ্যা করেছেন [আরবী ভাষায়]: | Omar Alhady chiarisce [ar]: |
20 | @আসাদএক্স: সুদানীরা আসলেই মার্কিন দূতাবাসে যেতে খুব আলসেমো করেছিল। কিন্তু জার্মান দূতাবাস পুড়িয়ে দেয়ার পর (সব)কিছু উত্তপ্ত হয়ে উঠলে তারা ট্যাক্সিতে চড়ে আমেরিকান দূতাবাসে যেতে শুরু করে | @Asadx: I sudanesi erano davvero troppo pigri per arrivare fino all'ambasciata americana, ma dopo aver incendiato l'ambasciata tedesca e dopo che le cose si sono surriscaldate, hanno preso dei taxi e ora si stanno dirigendo verso l'ambasciata americana. |
21 | সৌদি বাসাম আল দাখিয়েল আরেকরকম ব্যাখ্যা দিয়েছেন [আরবী ভাষায়]: | Saudi Bassam Al Dakhiel fornisce un'altra spiegazione [ar]: |
22 | @বাসাম_১৩: খার্তুমে যা যা ঘটছে তার কারণ হলো: সুদানী সরকার মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেয়ার ফলে বিকল্প হিসেবে বিক্ষোভকারীরা জার্মান দূতাবাস পুড়িয়ে দেয় এবং ব্রিটিশ দূতাবাসে জোর করে ঢুকে পড়ে। | @Bassam_13: La ragione di tutto quello che sta accadendo a Khartoum: Il governo sudanese ha innalzato il livello di sicurezza attorno all'ambasciata statunitense, per cui i manifestanti hanno incendiato l'ambasciata tedesca e preso d'assalto quella britannica invece. |
23 | তবে সুদানী মানসুর এলতায়েব মন্তব্য করেছেন [আরবী ভাষায়]: | Ma il sudanese Mansoor Eltayeb sottolinea [ar]: |
24 | @মানসুরএলতায়েব: আল বাশিরের পার্টি জার্মান দূতাবাস পোড়ানোর মাধ্যমে পশ্চিমের কাছে একটি বার্তা পাঠাতে চেয়েছে যে আল বাশিরের শাসনের পতন হলে তাদের একটি কট্টর ইসলামী শাসনের সম্মুখীন হতে হবে। | @mansoorEltayeb: dando fuoco all'ambasciata tedesca, il partito di Al Basheer voleva mandare all'occidente il messaggio che se il regime di Al Basheer cade, affronteranno un regime islamista estremo. |
25 | কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। | Ma non ci è riuscito. |
26 | এদিকে ফিলিস্তিনি লেখক ইয়াসের আল জাত্রেহ বলছেন [আরবী ভাষায়]: | Nel frattempo, lo scrittore palestinese Yaser Al Zaatreh dichiara [ar]: |
27 | @ওয়াইজাত্রেহ: ঘটনার সঙ্গে জার্মান দূতাবাসের সংযোগ কোথায়। | @YZaatreh: Che collegamento c'è tra l'ambasciata tedesca e la questione in ballo? |
28 | মনে হচ্ছে সুদানীরা ভুল ঠিকানায় গিয়েছে, যদিও আমরা দূতাবাস এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে। | Sembra che i sudanesi abbiano sbagliato indirizzo, sebbene ci opponiamo agli attacchi ad ambasciate e funzionari. |