Sentence alignment for gv-ben-20100210-9319.xml (html) - gv-ita-20100210-14537.xml (html)

#benita
1গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ এর ঘোষণাA maggio il <em>Global Voices Citizen Media Summit 2010</em>
2আমরা আনন্দের সাথে গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ অনুষ্ঠানটি ঘোষণা করছি!Siamo lieti di annunciare che il Global Voices Citizen Media Summit 2010 avrà luogo a Santiago, Cile, nei giorni 6 e 7 maggio 2010.
3আমাদের এবছরের সম্মিলনটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ৬-৭ তারিখে চিলির সান্টিয়াগোতে। সামিটের ওয়েব সাইটে প্রবেশ করে আপনি এই সম্মিলনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন।È già attivo il relativo sito web, dove trovare aggiornamenti sugli obiettivi dell'incontro, il programma degli eventi, dettagli sulla registrazione e altre informazioni sulla vibrante città di Santiago.
4আরও জানা যাবে এর অনুষ্ঠানসূচী, নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত, এবং সান্টিয়াগো শহরটি সম্পর্কে বিভিন্ন তথ্য। অনুষ্ঠানসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল এবং গ্লোবাল ভয়েসেসের যৌথ উদ্যোগে আয়োজিত ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড এর পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা।Tra i molti eventi previsti, verranno annunciati i vincitori del Breaking Borders Award, recente concorso ideato da Google e Global Voices per premiare i migliori progetti web lanciati da individui o gruppi che abbiano dimostrato coraggio, energia e ingegnosità nell'uso di Internet per promuovere la libertà d'espressione.
5ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে।Nelle prossime settimane definiremo meglio il programma, aggiungendo le biografie degli operatori, l'elenco dei partecipanti e altro ancora.
6আগামী বেশ কয়েক দিন ও সপ্তাহ ধরে আমরা অনুষ্ঠানসূচির কাঠামোকে আরও পরিপূর্ণ করব, বিভিন্ন বক্তাদের পরিচিতি তুলে ধরব, এবং অংশগ্রহণকারীদের তালিকা ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরব।
7আপনারা অনুগ্রহ করে নিয়মিত এই সাইটটি পর্যবেক্ষণ করবেন সম্মিলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্লগ পোস্ট এবং মন্তব্যের জন্যে এবং আপনারাও কথোপকথনে সামিল হতে পারেন।Consigliamo di seguire regolarmente il sito per interventi e commenti dai partecipanti del Summit e di altri autori, oltre che per partecipare alla conversazione.
8আপনারা গ্লোবাল ভয়েসেস সামিটের কথা প্রচার করতে পারেন আপনার ব্লগ বা ওয়েবসাইটে আমাদের সম্মিলনের জন্যে তৈরি ব্যাজ বা ব্যানার সন্নিবেশিত করে।Per diffondere la voce sul Global Voices Summit 2010 sul proprio blog o sito, abbiamo predisposto degli appositi banner e immagini di varie dimensioni.
9গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ আয়োজন সম্ভব হচ্ছে এই সব প্রতিষ্ঠানের সদয় সহায়তায় - ম্যাক আর্থার ফাউন্ডেশন, গুগল, ওপেন সোসাইটি ইনস্টিটিউট, নাইট ফাউন্ডেশন এবং ইয়াহু।Il Global Voices Citizen Media Summit 2010 è stato reso possibile grazie al generoso sostegno di MacArthur Foundation, Google, Open Society Institute [in], Knight Foundation e Yahoo!. <small>[Tutti link rimandano a siti e contenuti in inglese]</small>