# | ben | ita |
---|
1 | পশ্চিমা বিশ্ব জাপানকে কোন চোখে দেখে পুরোনো ছবিতে তা উঠে এলো জাপান। | Raccolta di vecchie foto mostra l'antica percezione occidentale del Giappone |
2 | আনুমানিক ১৮৮৬ সাল। | Giappone, 1886 circa. |
3 | ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী ইউভেস তিনেভিনের সৌজন্যে পাবলিক ডেমোইন থেকে। | Fonte: Yves Tennevin, utente di Flickr. Foto con licenza di pubblico dominio. |
4 | ফ্লিকার ব্যবহারকারী ইউভেস তিনেভিন উনিশ শতকের জাপানের কিছু হ্যান্ড-কালার (সাদা-কালো ছবিতে রং ব্যবহার করা) ছবি আপলোড করেছেন। | L'utente di Flickr Yves Tennevin ha trovato e caricato delle bellissime foto del Giappone dipinte a mano che risalgono al XIX secolo, poco dopo l'apertura delle frontiere [it] nazionali al resto del mondo. |
5 | ওই ছবিগুলো এমন একটা সময়ের যখন পৃথিবীর কাছে জাপান তার দরজা উন্মুক্ত করে দিয়েছিল। ধারনা করা হয় ইতালির চিত্রগ্রাহক অ্যাডলফ ফারসারি ১৮৮০ সালের শেষের দিকে ছবিগুলো তুলেছিলেন। | Le foto sono disponibili come parte del pubblico dominio [it], e sembra [en] che siano state scattate in Giappone verso la fine del 1880 dal fotografo di origine italiana Adolfo Farsari [it]. |
6 | ছবিগুলো পাবলিক ডোমেইনের আওতায় উন্মুক্ত করে দেয়া হয়েছে। | Molte delle stampe sono state colorate a mano, una pratica relativamente comune [en] all'epoca del suo arrivo. |
7 | বেশিরভাগ ছবিই হাতে রং করা। উনিশ শতকের শেষের দিকে ফারসারি যখন জাপানে গিয়েছিলেন, সে সময়ে এটি খুব সাধারণ একটি ব্যাপার ছিল। | A giudicare dalle immagini, sembra che Farsari abbia viaggiato in lungo e in largo per il paese e che abbia documentato quasi tutto quello che ha incontrato sul suo cammino. |
8 | ছবি থেকে মনে হয় ফারসারি জাপানের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সফর করেছিলেন। | Giappone, 1886 circa. Fonte: Yves Tennevin, utente di Flickr. |
9 | এবং তিনি সামনে যা পেয়েছেন, সেটারই ছবি তুলেছেন। | Foto con licenza di pubblico dominio. |
10 | এটা স্পষ্ট যে, ফারসারি তার বেশিরভাগ ছবিতেই মডেল ব্যবহার করেছেন। | È abbastanza evidente che la maggior parte delle foto sono state realizzate “in posa”. |
11 | তার মানে দাঁড়ায় তিনি জাপানকে ঠিকঠাকভাবে উপস্থাপন করেননি। | La rappresentazione da lui fatta del Giappone non era quindi sempre accurata. |
12 | এর ফলে সদ্য দরজা খুলে দেয়া দেশটির আসল চিত্র সম্পর্কে বাইরের মানুষের উপলদ্ধিতে তিনি তেমন অবদান রাখতে পারেননি। | Questo può avere contribuito all'immagine che gli stranieri avevano del paese, anziché mostrare come il Giappone percepiva se stesso. |
13 | দুর্ভাগ্য যে, ফারসারির সব ছবিতে ক্যাপশন দেয়া নেই। তাই ছবিগুলো কোথায় তোলা হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন। | Purtroppo non tutte le foto di Farsari hanno delle didascalie, e può essere difficile cercare di capire dove possano essere state scattate. |
14 | এই ছবি দেখে বলা মুশকিল, জাপানিরা বাগানের ভিতরে কতটা আনন্দের সাথে সময় কাটায়। | È difficile dire se questo sia quello che i giapponesi facevano all'interno di un giardino o se stessero seguendo le indicazioni di Farsari. Giappone, 1886 circa. |
15 | আবার হতেও পারে ফারসারি যাওয়ার পথে তাদের এভাবে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। | Fonte: yves Tennevin, utente di Flickr. Foto con licenza di pubblico dominio. |
16 | খুব সম্ভবত এই ছবিটা ইয়াকোহামা'র। | Questa potrebbe essere una foto di Yokohama. |
17 | ৩০ বছর আগে নেয়া ছবিতেও ইয়াকোহামা'য় এরকম জেলে পল্লী দেখা গেছে। | Solo trent'anni prima di questo scatto, Yokohama era un tranquillo villaggio di pescatori. Giappone, 1886 circa. |
18 | কিছু ছবি দেখে মনে হয় ফারসারি প্রত্যন্ত অঞ্চলে সফর করেছিলেন। | Fonte: Yves Tennevin, utente Flickr. Foto con licenza di pubblico dominio. |
19 | শহরের বাইরের দৈনন্দিন জীবন কেমন ছিল সম্ভবত সেটাই তুলে ধরতে চেয়েছেন। | Alcuni viaggi hanno portato Farsari verso luoghi più remoti dove gli è stato possibile ritrarre la vita quotidiana delle persone che vivevano lontano dalle città. |
20 | দেখে মনে হচ্ছে তারা জেলে। | Giappone, 1886 circa. |
21 | ফারসারিকে দেখাচ্ছেন তারা কীভাবে নৌকা পানিতে নামান। | Fonte: Yves Tennevin, utente di Flickr. Foto con licenza di pubblico dominio. |
22 | ফারসারি'র অনেক ছবিতেই জাপানের সর্বজনীন দৃশ্য উঠে এসেছে। | Questi dovrebbero essere dei pescatori che posano mostrando come mettevano in acqua le barche. |
23 | ফারসারি'র আরো অনেক ছবিই অনলাইনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। | Giappone, 1886 circa. Fonte: Yves Tennevin, utente Flickr. |
24 | কিছু আছে নাগাসাকি পাঠাগারের সংগ্রহশালায়। | Foto con licenza di pubblico dominio. |
25 | সেখানকার ছবিগুলোর সাথে বিস্তারিতভাবে ক্যাপশনও দেয়া আছে। | Molte delle immagini di Farsari ritraggono gli onnipresenti simboli del Giappone. |
26 | ফলে ছবিগুলো কোথায় তোলা হয়েছে, সেটার হদিস জানা গেছে। | Una selezione più grande delle foto di Farsari è disponibile anche all'interno di molti siti web. |
27 | এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে পুরোনো জাপানের এই ছবিগুলোও দেখতে পারেন। এগুলোও একই সময়ে তোলা। | Quella presente all'interno della collezione della biblioteca di Nagasaki include descrizioni particolareggiate sui luoghi nei quali sono state scattate le immagini. |
28 | আর এ ছবিগুলো তুলেছেন জাপানিজ চিত্রগ্রাহক তি. ইনামি। | Se queste foto sono state di vostro gradimento segnaliamo anche una vecchia raccolta risalente alla stessa epoca, opera del fotografo giapponese T.Enami. |