# | ben | ita |
---|
1 | প্রথম বারের মতো পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় আইসল্যান্ডে শোক | |
2 | আইসল্যান্ডের রিকজাভিকে পুলিশ সদস্য। | Islanda: paese addolorato per la prima vittima della polizia |
3 | ছবিটি ক্রিস্টোফার পোর্টারের ফ্লিকার থেকে নেওয়া। | La polizia a Reykjavìk, Islanda. Foto di Christopher Porter su flickr (CC BY-NC-ND 2.0) |
4 | ট্রেসি টঙ্গের এই কলাম এবং রেডিও রিপোর্টটি প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজি তে গত ৩ ডিসেম্বর, ২০১৩ তারিখে সারা বিশ্বের জন্য প্রকাশিত হয়। | |
5 | লেখা শেয়ার করা চুক্তির একটি অংশ হিসেবে এটি পুনরায় প্রকাশিত হল। এ সপ্তাহে আইসল্যান্ডে একটি নজিরবিহীন শিরোনাম হচ্ছে - একজন লোককে পুলিশ গুলি করে হত্যা করেছে। | Il presente articolo, accompagnato da un report radiofonico di Traci Tong per “The World”, è apparso originariamente su PRI.org il 3 dicembre 2013, ed è qui ripubblicato come da accordo di condivisione dei contenuti. |
6 | দ্যা আইসল্যান্ডিক ব্রডকাস্টিং সার্ভিস, আরইউভি'র খবরের সম্পাদক থরা আরনর্সডটির বলেছেন, “জাতি হতবাক। | È un fatto di cronaca senza precedenti quello riportato questa settimana dai giornali islandesi - un uomo è stato ucciso da un colpo di pistola per mano di un poliziotto. |
7 | এ রকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটেনি।” | “La nazione era sotto shock. |
8 | তিনি ৫৯ বছর বয়সী বৃদ্ধের কথা উল্লেখ করেছেন, যাকে সোমবারে পুলিশ গুলি করে হত্যা করেছে। | Queste sono cose che nel nostro Paese non succedono”, ha affermato Thora Arnorsdottir, caporedattrice della RUV, l'azienda radiotelevisiva pubblica islandese, riferendosi al 59enne ucciso dalla polizia lo scorso lunedì. |
9 | বৃদ্ধের বাড়িতে পুলিশ ঢোকার সাথে সাথে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। | L'uomo, che aveva aperto il fuoco sui poliziotti che avevano fatto irruzione nel suo palazzo, aveva alle spalle una storia di malattia mentale. |
10 | লোকটির মানসিক অসুস্থতায় ভোগার পুরনো ইতিহাস আছে। | Si tratta della prima volta che qualcuno viene ucciso dalle forze armate da quando, nel 1944, l'Islanda è diventata una repubblica indipendente. |
11 | আইসল্যান্ড ১৯৪৪ সালে একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিনত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই প্রথম কেউ সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হলেন। | |
12 | এমনকি সেখানে সাধারণত পুলিশ অস্ত্র বহন করে না। | Di norma la polizia non è solita girare armata e i crimini violenti in Islanda sono praticamente inesistenti. |
13 | আইসল্যান্ডে হিংস্র অপরাধের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। আরনর্সডটির বলেন, “এদেশের মানুষ চায় না দেশীয় পুলিশ অস্ত্র বহন করুক। | “La nazione non vuole che la polizia circoli armata poiché lo ritiene pericoloso oltre che una minaccia”, afferma Arnorsdottir, “Fa parte della nostra cultura: per noi le pistole sono semplici armi da caccia, non altro.” |
14 | কারণ, এটি খুব বিপদজনক, খুব ভীতি প্রদর্শনকারী।” “এটি এদেশের সংস্কৃতির একটি অংশ। | Di fatto l'Islanda non è contro le armi e, in termini di armi pro-capite, occupa il 15° posto nella classifica mondiale. |
15 | খেলাধূলার ক্ষেত্রে শিকার করতে অস্ত্র ব্যবহার করা হয়। কিন্তু আপনি নিশ্চয়ই কখনো অস্ত্র দেখেননি।” | Eppure questo tipo di incidenti è talmente raro che i vicini della vittima hanno paragonato la sparatoria alla scena di un film americano. |
16 | তবে আইসল্যান্ড কিন্তু অস্ত্র-বিরোধী নয়। মাথাপিছু অস্ত্র মালিকানার ক্ষেত্রে আইসল্যান্ড সারা বিশ্বে ১৫ তম অবস্থানে রয়েছে। | Il dipartimento di polizia islandese ha assicurato che gli ufficiali coinvolti saranno sottoposti a terapia del lutto, e ha già porto le proprie scuse alla famiglia della vittima, nonostante non fosse necessario, dal momento che non avevano fatto nulla di sbagliato. |
17 | এখানে এই ধরনের ঘটনা এতো দূর্লভ যে নিহত লোকটির প্রতিবেশীরা এই গোলাগুলির ঘটনাটিকে আমেরিকার কোন চলচ্চিত্রের দৃশ্যের সাথে তুলনা করেছেন। | |
18 | আইসল্যান্ডের পুলিশ বিভাগ বলেছে, এ ঘটনায় জড়িত কর্মকর্তাদেরকে প্রচন্ড দুঃখ পীড়িত ঘটনার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ায় উপদেশ দান প্রক্রিয়ায় পাঠানো হবে। | |
19 | মৃত লোকটির পরিবারের কাছে ইতোমধ্যেই পুলিশ বিভাগ ক্ষমা চেয়েছে। | “Penso sia una questione di rispetto, poiché a nessuno piace togliere la vita ad un'altra persona”, ha aggiunto Arnorsdottir. |
20 | যদিও প্রাসঙ্গিকভাবে তারা কোন অপরাধ করেনি। আরনর্সডটির বলেছেন, “আমি মনে করি, তাঁরা শ্রদ্ধাশীল। | Molte questioni rimangono tuttavia ancora aperte, ad esempio il motivo per cui la polizia non abbia tentato di negoziare con l'uomo prima di irrompere nel suo edificio. |
21 | কারন অন্যকে হত্যা করতে কেউই চায় না।” | |
22 | আরো অনেকগুলো প্রশ্নের উত্তর জানা বাকি রয়ে গেছে। তাঁর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন লোকটির বাড়িতে ঢোকার আগে তাঁর সাথে সমঝোতা করার চেষ্টা করল না। | “Una degli aspetti positivi di vivere in questo Paese è che si può liberamente entrare nella sede del Parlamento e la sola cosa che viene chiesta è di spegnere il cellulare per non disturbare i parlamentari mentre si stanno confrontando. |
23 | “এই দেশটিতে বাস করার বেশ কিছু বড় কারণের একটি হচ্ছে, আপনি যেকোন সময় সংসদে প্রবেশ করতে পারবেন এবং এ কারনে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখতে বলা হবে। | |
24 | যখন সাংসদেরা কথা বলছেন, তখন যেন আপনার কারনে তারা বিরক্ত না হন। | Non ci sono guardie del corpo armate a proteggere il nostro Presidente del Consiglio o della Repubblica. |
25 | আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পেছনে কখনো সশস্ত্র দেহরক্ষী থাকে না। | |
26 | একটি শান্তিপূর্ণ সমাজে বসবাসের জন্য এটি একটি বড় অংশ। | Anche questo è il bello di vivere in una società pacifica. |
27 | আমরা এগুলো পরিবর্তন করতে চাই না।” | Non vogliamo cambiare tutto ciò”. |