Sentence alignment for gv-ben-20101016-13081.xml (html) - gv-ita-20101012-25503.xml (html)

#benita
1ইন্দোনেশিয়া: পশ্চিম পাপুয়াতে হঠাৎ বন্যাIndonesia: morti e dispersi nelle inondazioni della Nuova Guinea Occidentale
2ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ওয়াসিওর শহরের গুগল ম্যাপGoogle Map di Wasior, Nuova Guinea Occidentale, Indonesia
3সম্প্রতি বন্যার পানির তোড় ইন্দোনেশিয়ার দুর্গম শহর ওয়াসিওরকে ডুবিয়ে ফেললে প্রায় ৮০ জন মারা যায় এবং শতাধিক নিখোঁজ থাকে। এখানে বেশ কিছু সংবাদ, ব্লগ মন্তব্য আর ফেসবুকে প্রকাশিত কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হচ্ছে।E' di 148 [dati aggiornati al 12 ottobre] morti [en, come tutti gli altri link tranne ove diversamente indicato] e [un centinaio] di dispersi il bilancio delle inondazioni che hanno devastato la cittadina di Wasior in Indonesia, in una regione remota della Nuova Guinea Occidentale [it].
4এই শহরটি এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে যা জরুরী সাহায্য পৌঁছাতে সমস্যা সৃষ্টি করছে।[Nelle prime ore dal disastro] il villaggio è rimasto isolato, il che [ha reso] difficile l'accesso agli aiuti umanitari d'emergenza.
5এখানে ইন্দোনেশিয়ার পরিবেশ তথ্য কেন্দ্রের একটি রিপোর্ট থেকে উল্লেখিত হল।Qui trovate i resoconti [dal luogo del disastro] realizzati dall'Indonesia Environmental Information Center
6স্থানীয় ব্রিজগুলো ধ্বসে পড়ায় ত্রাণকর্মীরা দুর গ্রামে যেতে পারছেন না বাস্তুচ্যুতদের খাবার পৌছাতে।Il crollo dei ponti della regione ha reso difficile per i soccorritori l'accesso ai villaggi e l'erogazione degli aiuti ai sopravvissuti che hanno perso la casa.
7তাবু, খাবার এবং পানীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়; স্থানীয় সরকার তোলুক ওন্দামা জেলায় প্রাথমিক বন্যার ক্ষতি যাচাই কারী দল পাঠিয়েছেন।
8ব্লগার মেলানোফাস ওয়াসিওরের পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক তথ্য পাবার প্রচেষ্টায় আছে।Prioritario il rifornimento di tende, cibo e acqua potabile: le autorità locali hanno inviato dei team di esperti per stimare i danni nel distretto di Teluk Wondama.
9ওয়াসিওরের বিমান বন্দরে পানি ঢুকে পড়ায় সেটি বন্ধ করে দেয়া হয়েছে।Anche il blogger Melanophus [in] [aveva provato a] reperire notizie più aggiornate sull'emergenza di Wasior:
10এই ব্লগার স্থানীয় রেডিও থেকে সাম্প্রতিক খবর পাবার প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু খারাপ সম্প্রচারের কারনে এটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
11সেই বিকেলে জাতীয় রেডিওতে (আরআরআই) এই হঠাৎ বন্যা সম্পর্কে সংবাদ ছিল।Tutti i voli sono sospesi perché le inondazioni hanno isolato l'aeroporto di Wasior.
12তবে খারাপ সম্প্রচার সিগন্যালের কারণে আমার তা শোনা কঠিন হয়ে পরেছিল।Melanophus ha provato a ottenere maggiori informazioni dalla radio, ma la cattiva ricezione ne ha fatto un'impresa quasi impossibile:
13আজকে এক বন্ধুর কাছ থেকে সংবাদ পেলাম যে মানোকাওয়ারী সাধারণ হাসপাতালে এক আত্মীয়কে নিয়ে এসেছিল।Quel pomeriggio c'era stato un annuncio dalla radio nazionale (RRI) sull'eventualità di inondazioni, ma purtroppo non riesco a seguire gli ultimi sviluppi a causa della cattiva ricezione.
14এই আত্মীয় বন্যায় আহত হয়েছেন এবং তাকে ওয়াসিওরে হেলিকপ্টার দিয়ে আনা হয়েছিল। আরেকজন বন্ধু আমাকে জানাল যে ভূমিধসে তার এক সহকর্মী মারা গিয়েছে।Questa notte, un mio amico in visita ad alcuni suoi parenti al pronto soccorso dell'ospedale di Manokwari mi ha aggiornato: un suo familiare si è trovato in mezzo alle inondazioni, ed è stato evacuato da Wasior in elicottero.
15এখন পর্যন্ত ওয়াসিওর গ্রাম থেকে নতুন কোন সংবাদ জানা যায় নি।Un mio amico mi ha detto che uno dei suoi colleghi è morto, seppellito da uno smottamento.
16আমার অনেক বন্ধুকেই পাওয়া যাচ্ছে না, মোবাইল নেটওয়ার্কগুলো হয় ব্যস্ত না হয় নষ্ট।Al momento non ci sono altri aggiornamenti da Wasior, non riesco a raggiungere la maggior parte dei miei amici che si trovano lì.
17ব্লগার আমোস তার পোস্টে একটি মন্তব্য করেছেন:Le cose sono due, o la rete di telefonia mobile è sovraccarica, o è danneggiata.
18আমরা সবাই এই দুর্যোগ সম্পর্কে চিন্তিত।Un altro blogger, Amos, commenta così questo post:
19আমরা সাহায্যের প্রস্তুতির জন্যে কাজ করে যাচ্ছি এবং ওয়াসিওরে স্বেচ্ছাসেবী পাঠাব অচিরেই।Siamo tutti preoccupati per questo disastro: stiamo organizzando gli aiuti e l'invio di volontari a Wasior per darvi una mano.
20এখানে রয়েছে ফেসবুক থেকে কিছু প্রতিক্রিয়া:Ecco alcune reazioni apparse su Facebook:
21পেরেমপুয়ান মেনচাতাত: আমরা পশ্চিম পাপুয়ার ওয়াসিওরের জনগণের এই ক্ষতির জন্যে সমবেদনা জানাচ্ছি।Perempuan Mencatat: esprimiamo il nostro cordoglio per i cittadini di Wasior, nella Nuova Guinea Occidentale, vittime di inondazioni che hanno ucciso dozzine di persone e costretto altre migliaia a sfollare.
22এই বন্যা অনেক মৃত্যুর কারন হয়েছে এবং হাজারো মানুষকে উদ্বাস্তু করেছে।Chisato Tomimura: la scorsa settimana, ho ispezionato una segheria di Wasior, nella Papua [altro nome della Nuova Guinea Occidentale].
23চিসাতো তমিমুরা: গত সপ্তাহে আমি পশ্চিম পাপুয়ার ওয়াসিওরে অবস্থিত একটি কাঠের কোম্পানির অডিট করেছি।
24আমরা চলে আমার দুই দিনের মধ্যেই এই শহরটি ভূমিধস ও বন্যার শিকার হয়।Due giorni dopo che io [e il mio staff] ce ne siamo andati, la città ha subito smottamenti e inondazioni.
25এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছে এবং শহরের ৮৫% ময়লায় পরিপূর্ণ। বিশেষ করে সেই এয়ারপোর্ট যেখানে একটি ফ্লাইটের জন্যে ৮ ঘন্টা বসে ছিলাম।Sono 78 i morti, e ora l'85% della città è ricoperta di macerie, incluso l'aeroporto dove abbiamo sostato 8 ore in attesa del nostro volo.
26এটি যদি দুই দিন আগে ঘটত বা আমার যাওয়া দুই দিন পরে হত তাহলে আমি এতক্ষণে মারা যেতাম। ভাল যে আমি এখনও বেচে আছি।Fosse successo due giorni prima, o se il nostro appuntamento fosse stato rimandato di due giorni, ora sarei morta.
27সেদিয়াদি সোপান্দি: পাপুয়ার ওয়াসিওরে ৮৬ জন মারা গেছে আর ৬৬ জনকে খুজে পাওয়া যাচ্ছে না। এটি হয়ত বেশী কিছু মনে হচ্ছে না জাকার্তায় আজকের ট্রাফিক আর বন্যা দেখে।Grazie a Dio sono ancora viva! :) Setiadi Sopandi: 86 morti e 66 dispersi a Wasior, nella Papua - ma non sembra una gran notizia, rispetto [agli aggiornamenti sul] traffico e [sugli] allagamenti a Jakarta.