# | ben | ita |
---|
1 | ২০২০ অলিম্পিকের মাধ্যমে উন্নতির প্রত্যাশা করছে টোকিও | |
2 | টোকিও'র শিবুভাতে বিজ্ঞাপনরত একটি পোস্টার। | Giappone: cosa migliorare per le Olimpiadi 2020 |
3 | ছবিঃ ফ্লিকারে ডানি চো। ক্রিয়েটিভ কমন ২. | Un manifesto pubblicitario a Shibuya, Tokyo. |
4 | ০ জেনেরিক লাইসেন্সের অধীনে প্রকাশিত। | Immagine di Danny Choo su Flickr, licenza Creative Commons. |
5 | গত ৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে টোকিও, মাদ্রিদ ও ইস্তাম্বুল শহরের মধ্য থেকে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য স্বাগতিক শহর নির্বাচন করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা ভোট দিয়েছেন। | Il 7 settembre 2013 Tokyo si è aggiudicata [en] l'organizzazione delle Olimpiadi dell'estate 2020, in seguito alla votazione dei membri del Comitato Internazionale Olimpico che si sono espressi sulla città ospite, scegliendo tra le finaliste Tokyo, Madrid e Istanbul. |
6 | ভোটে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য স্বাগতিক শহর হিসেবে টোকিও নির্বাচিত হয়েছে। | Mentre Tokyo celebra la vittoria [en], alcuni noti opinionisti hanno condiviso su Twitter le loro speranze per il miglioramento della città. |
7 | টোকিও'র এই জয় উদযাপন করতে গিয়ে মতামতদানকারীরা টুইটারে এর মাধ্যমে শহরটির উন্নয়নের ব্যাপারে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। | Nobuyuki Sato, un direttore della comunicazione e autore di una decina di libri seguito da più di 70.000 follower, sottolinea l'aspetto positivo dell'assegnazione: |
8 | যোগাযোগ পরিচালক এবং এক ডজন বইয়ের লেখক নবুকি সাতো, যার টুইটারে ৭০,০০০ এর বেশি অনুগামী রয়েছে, তিনি এই অলিম্পিক / প্যারালিম্পিকের স্বাগতিক দেশ হওয়ার উজ্জ্বল দিকগুলোর প্রতি গুরুত্তারোপ করেছেন: | |
9 | সাধারণ নির্দিষ্ট সময়সীমা এবং উদ্দেশ্য জাপানিদের আরও ঐক্যবদ্ধ এবং জোরদার করবে। | Avere una scadenza e un obiettivo comune unirà e rafforzerà i giapponesi. |
10 | টোকিওতে অলিম্পিক/প্যারালিম্পিক আয়োজনের ফলে দুর্যোগ পীড়িত টহোকু অঞ্চলের পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। | Io credo che accogliere i Giochi Olimpici e Paraolimpici a Tokyo accellererà la ripresa della regione di Tohoku, colpita dalla catastrofe, e alcuni problemi che ci toccano da vicino potranno essere risolti. |
11 | একই সময়ে, এই ব্যাপারে অনেক নেতিবাচক শব্দ ও প্রচুর উদ্বেগজনক বিষয় রয়েছে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। | Allo stesso tempo, malgrado parole negative e molti argomenti che destano preoccupazione, la decisione è stata presa. |
12 | চলুন, একসঙ্গে কাজ করতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি। | Lavoriamo insieme per fare del nostro meglio. |
13 | সামাজিক বিশ্লেষণে দেখা গেছে, অলিম্পিকের ব্যাপারে জাপানিদের মধ্যে অনলাইন কথোপকথন হঠাৎ করে বিস্ফোরিত আকারে প্রকাশ পেয়েছে। | Un'analisi sociale mostra [ja] che la conversazione online sulle Olimpiadi si è rapidamente diffusa fra i giapponesi, mentre quella sulle Paralimpiadi è ugualmente aumentata, ma in minore misura. |
14 | সেখানে প্যারালিম্পিকের উপর কথোপকথনও বেড়েছে, তবে তেমন আকারে নয়। | I punti blu rappresentano i tweet giapponesi che includono la parola “Olimpici”, rapidamente aumentati il 7 settembre. |
15 | নীল ডট চিনহ বলছে, গত ৭ সেপ্টেম্বর তারিখে অলিম্পিক নিয়ে জাপানিদের মধ্যে কথোপকথন ব্যাপক হারে বেড়ে যায়। | |
16 | সবুজ চিহ্নটি জাপানে “প্যারাঅলিম্পিকস” এবং কমলা “বাঁধা মুক্ত” বিষয়টিকে তুলে ধরছে। | I punti verdi rappresentano la parola “Paraolimpici” e quelli arancioni rapresentano le parole “senza barriere” (progettazione per tutti) in giapponese. |
17 | সামাজিক বিশ্লেষণটি টপ্সি ডট কমের ভিত্তিতে করা হয়েছে। | |
18 | আকারে যদিও কম, তবুও ২০২০ সালের অলিম্পিক/প্যারালিম্পিকের স্বাগতিক হিসাবে টোকিও শহরকে মানুষের জন্য আরো বেশি সুগম করে তুলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। | |
19 | গত ৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টুইটের একটি গ্রাফ, যেখানে “バリアフリー” জাপানিজ শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে, যার অর্থ হচ্ছে “বাঁধা মুক্ত” [সার্বজনীন নকশা]। | |
20 | ২০২০ সালের অলিম্পিকের স্বাগতিক দেশ হিসেবে টোকিও সাধারণ মানুষের জন্য আরও বেশি সুগম, সার্বজনীন নকশা সমৃদ্ধ হবে বলে অনলাইনে সবাই আশা প্রকাশ করেছেন। | |
21 | আমি সত্যিই আশা করি যে সাত বছর পর: | Analisi sociale di TOPSY.com |
22 | টোকিও'র প্রতিটি কোণে সর্বজনীন নকশা [সব মানুষের জন্য বাধা মুক্ত, প্রবেশযোগ্য] কার্যকরী হবে; | Sebbene siano meno numerosi, molti hanno espresso il desiderio che Tokyo diventi più accessibile ora che è stata scelta per ospitare il grande evento. |
23 | সর্বব্যাপী ওয়াইফাই সংযোগ এবং টেলিগ্রাফের খুঁটি বিলুপ্ত হবে; | Un grafico di tweet che include la parola “バリアフリー” una parola giapponese che significa “senza barriere” (progettazione per tutti), dal 9 agosto all' 8 settembre. |
24 | সুকিজি বাজার [বিশ্বের সবচেয়ে বড় পাইকারি মাছ এবং সীফুড বাজার] বিশ্বের বিদেশী পর্যটকদের হাসিতে ভরা থাকবে; | Le conversazioni online a favore di una città più accessibile e concepita per tutti, sono aumentate da quando Tokyo ha ottenuto l'organizzazione dei Giochi Olimpici del 2020. |
25 | টোকিও, হানেদা এবং নারিতা বিমানবন্দর আরও সুগম হবে; ঘৃণা বক্তৃতার অবসান ঘটবে; | La traduttrice di letteratura tedesca e giudice di pace Kayoko Ikeda, residente a Tokyo, ha elencato i suoi desideri: |
26 | | Spero vivamente che nei prossimi sette anni: ogni angolo di Tokyo si attenga ai principi della progettazione per tutti [it] (abbattimento delle barriere, maggiore accessibilità per tutti); connessione WiFi ovunque, e che i pali telegrafici spariscano; che il mercato di Tsukiji (il più grande mercato di pesce all'ingrosso e di frutti di mare al mondo) si riempia dei sorrisi dei turisti stranieri provenienti dal mondo intero; che i discorsi di odio cessino; che le regioni colpite dallo tsunami si ristabiliscano; che l'incidente della centrale nucleare sia risolto in modo definitivo; e che passeremo all'energia rinnovabile. |
27 | সুনামি আক্রান্ত অঞ্চলগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটবে; পারমাণবিক শক্তি প্ল্যান্ট দুর্ঘটনা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হবে; | |
28 | এবং কোন পারমাণবিক প্ল্যান্ট চালু থাকবে না এবং আমরা নবায়ন যোগ্য শক্তিতে ফিরে যাব। | Il traduttore e programmatore di giochi Shin Okada ha espresso il desiderio di una maggiore accessibilità per i cittadini anziani. |
29 | এছাড়াও গেম ডিজাইনার এবং অনুবাদক শিন অকাদা সুপরিণতি সমাজের জন্য আরও প্রবেশযোগ্যতার জন্য তার আশা প্রকাশ করেছেন। | Attraverso l'organizzazione dei Giochi Olimpici e Paraolimpici spero che la città e i trasporti pubblici migliorino l'accessibilità dei propri servizi ampliandola a tutti i cittadini. |
30 | অলিম্পিক/প্যারালিম্পিক আয়োজনের ফলে, শহরটি এবং এর পাবলিক পরিবহনগুলো উন্নতির ক্ষেত্রে সর্বজনীন নকশার দিকে ধাবিত হবে, এর সুবিধাগুলো সবার জন্য প্রাপ্তি নিশ্চিত হবে বলে আমি আশা করি। | |
31 | ২০২০ সালে আমার মায়ের বয়স মধ্য-আশি হবে। তাই আমি আন্তরিকভাবে আশা করি, হাঁটার অসুবিধায় ভোগা বৃদ্ধদের জন্যও সুবিধাগুলো সম্পূর্ণরূপে নিশ্চিত করা হবে। | Mia madre avrà superato gli 80 anni nel 2020 e spero che per allora i servizi siano totalmente accessibili agli anziani con problemi di deambulazione. |