Sentence alignment for gv-ben-20130221-35469.xml (html) - gv-ita-20130225-75300.xml (html)

#benita
1নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশBangladesh: migliaia in piazza contro la violenza sulle donne
2গত ১৪ ফেব্রুয়ারি উদ্যমে উত্তরণে শতকোটি ক্যাম্পেইনের অংশ হয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সারাবিশ্বের সাথে পথে নেমেছিল বাংলাদেশের হাজারো নারী-পুরুষ।Con i pugni alzati al cielo, migliaia di persone in tutto il Bangladesh sono scese in strada e nelle piazze la scorsa settimana gridando con forza “Basta!
3তারা নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন। বিশ্বের প্রায় ২০৩টি দেশে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।Basta!”, è la loro richiesta perché cessi la violenza contro le donne, nell'ambito del movimento “One Billion Rising” [it].
4উল্লেখ্য, বাংলাদেশে এই ক্যাম্পেইন শুরু হয়েছিল ২০১২ সালের ১৩ সেপ্টেম্বরে।Anche il Bangladesh ha preso parte al manifestazioni globali contro la violenza sulle donne [it].
5এই প্রতিবাদ কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে নারী-পুরুষেরা তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা ফেলে ৬৪টি জেলাসহ ঢাকার ৪২টি স্থানে মানববন্ধনে অংশ নিয়েছিলেন।
6রাস্তায় দাঁড়িয়ে তারা নারী নির্যাতনের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন।Più di 13.000 persone [en, come i link successivi] sono “insorte” in tutti i 64 distretti del Paese .
7স্লোগানের মধ্যে ছিল- ‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না'; ‘বন্ধনে শৃঙ্খলে আটকে রাখা আর না'।Il movimento “One Billion Rising” ha toccato un tasto particolarmente sensibile in Bangladesh.
8উদ্যেমে উত্তরণে শতকোটি (ওয়ান বিলিয়ন রাইজিং) ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সারাবিশ্ব থেকে এক বিলিয়ন নারী-পুরুষকে এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল করা।
9আর ক্যাম্পেইনের নাম হিসেবে ওয়ান বিলিয়ন রাইজিং রাখা হয়েছে, কারণ জাতিসংঘের তথ্য মতে, সারাবিশ্বের এক বিলিয়ন নারী তাদের জীবত্কালে যৌন ও শারীরিক নিগৃহের শিকার হন। এখানে ওইদিনের কিছু ছবি দেয়া হলো।Secondo una relazione della polizia di stato infatti, tra il 2001 e il 2012, in Bangladesh sono state 174.691 le donne vittime di violenze, comprese le violenze legate alla dote, gli attacchi con acidi, i rapimenti, gli stupri, gli assassini e la tratta di esseri umani.
10ছবিগুলো নেয়া হয়েছে উদ্যেমে উত্তরণে শতকোটি বাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং)- এর ফেসবুজ পেজ থেকে। সংসদ সদস্যদের কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ।Secondo il Rapporto sullo Sviluppo Umano elaborato dall'ONU, il Bangladesh ha il più alto tasso di stupri nella regione, il che significa che statisticamente una donna su 1000 è vittima di stupro.
11অ্যাকশন এইড বাংলাদেশ গান গেয়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায়। এদিন গার্মেন্টসের কর্মীরাও রাস্তায় নেমেছিলেন।“One Billion Rising” è l'iniziativa più importante organizzata da V-Day a livello mondiale - per ricordare che oggi almeno un miliardo di donne al mondo sono possibili vittime di violenza fisica o sessuale, stando ai dati dell'ONU.
12ঢাকার বাইরে সিরাজগঞ্জেও কর্মসূচী পালিত হয়েছে।Ecco alcune foto delle manifestazioni, tratte dalla pagina Facebook One Billion Rising Bangladesh.
13কর্মসূচীর সাথে সংহতি জানায় বাংলাদেশস্থ জাতিসংঘ অফিস।La solidarietà dei membri del Parlamento alla campagna.
14শিল্পকলা একাডেমির কাছে জাগ্রত জনতা।Action Aid Bangladesh denuncia la violenza sulle donne cantando delle canzoni.
15শিল্পকলা একাডেমিতে সাধনা অনুপ্রেরণামূলক নাচ বিদ্রোহী পরিবেশন করে।Lavoratori del settore tessile manifestano contro la violenza sulle donne a Gulshan, Dacca.
16প্রতিবাদ কর্মসূচীতে মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতনের শিকার নারীদের স্মরণে এবং সাম্প্রতিক সময়ে চলা শাহবাগ আন্দোলনে সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
17আরও ছবি আর গল্প পাওয়া যাবে ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ ফেসবুক পাতায় এবং তাদের ব্লগে।Uomini e donne della cittadina di Sirajgonj uniti nella protesta.
18নীচে কিছু টুইট বার্তা:Le Nazioni Unite testimoniano il proprio sostegno alla campagna.
19@ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): সাতমসজিদ রোড আর ৩১টি স্থানে নারীপক্ষের আয়োজনে ওবিআর কার্যক্রম।
20মোট অংশ নিয়েছে ১৩,০৮৫ জন। ঢাকায় ১৯২৫, সারা বাংলাদেশে ১১,১৬০।Alunni e insegnanti alzano il pugno in segno di protesta, Accademia Shilpakala, Dacca.
21@ওবিআরবাংলাদেশ (ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ): বাংলাদেশ জুড়ে আজ বেলা একটায় জেগেছে ৩৮০র ও বেশী সংগঠন এবং ১০ লক্ষেরও বেশী মানুষ, নারীর প্রতি সহিংসতা রোধে!
22#ওবিআর বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষের দেশ।Shadhona si esibisce nella danza del “Bidrohi”, Accademia Shilpakala.
23দেশটিতে নারী-পুরুষের অনুপাত ১০০:১০৬। ঘরে-বাইরে নারীরা প্রায়ই নানা ধরনের হয়রানি, সহিংসতার শিকার হন।Candele accese in memoria delle donne che hanno subito violenze durante la Guerra di Liberazione del 1971 (piazza centrale di Shahbag).
24জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ধর্ষণের হার এখানে প্রতি হাজারে ১ জন নারী ধর্ষণের শিকার হন।
25অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০০১ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ১৭৪,৬৯১ জন নারী সহিংসতার শিকার হয়েছেন।
26এরমধ্যে এসিড নিক্ষেপ, ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা, পাচার, যৌতুকের জন্যে মারধর রয়েছে।