# | ben | ita |
---|
1 | ১৬ জুলাইয়ে বলিভিয়ার সব পেয়েছি'র মেলা | |
2 | কেনার জন্য কোনো কিছু খুঁজছেন? | Bolivia: il mercato tradizionale a El Alto per comprare “dallo spillo al trattore” |
3 | আপনার যদি নতুন বিছানা, পুরোনো বই, ব্যবহৃত গাড়ির দরকার হয়, ১৬ জুলাইয়ের মেলায় চলে আসুন। | |
4 | সবকিছুই পেয়ে যাবেন এখানে। | Volete fare qualche acquisto? |
5 | বলিভিয়ার এল আল্টো-তে এই মেলা অনুষ্ঠিত হয়। | |
6 | প্রতি বৃহস্পতি এবং রবিবার এই মেলা বসে। | |
7 | খোলা আকাশের নিচে হাজার হাজার ব্যবসায়ী-ক্রেতারা বিকিকিনির জন্য এখানে আসেন। | |
8 | অনেক সময় ন্যায্যমূল্যেই পেয়ে যাবেন অপ্রত্যাশিত অনেক কিছু। মেলা শুরু হয় সেই কাকডাকা ভোরে, সকাল ৫টা থেকে। | Se avete bisogno di un letto nuovo, di libri di seconda mano o di un'auto usata, è molto probabile che possiate trovarli, assieme a molti altri tipi di articoli, alla “Feria 16 de Julio” (fiera del 16 luglio), il mercato all'aperto di El Alto [it], in Bolivia. |
9 | বিক্রেতারা সকাল থেকেই পসরা সাজিয়ে বসে থাকেন ক্রেতাদের জন্য। | Tutte le settimane, il giovedì e la domenica, migliaia di persone si riversano in questo frequentatissimo mercato per procurarsi i prodotti di cui hanno necessità o per imbattersi casualmente in qualche affare. |
10 | বলা হয়ে থাকে এই মেলায় এসে ক্রেতারা সবকিছুই খুঁজে পান। | A partire dalle 5 di mattina, decine di migliaia di venditori ambulanti sistemano le loro bancarelle aspettando che gli acquirenti si avvicinino alla merce esposta. |
11 | পিন থেকে ট্রাক্টর সব মেলে মেলাতে। ১৬ জুলাইয়ের মেলায় একজন ব্যবসায়ী দোকান তুলছেন। | Si usa dire che è possibile trovare di tutto al mercato, qualsiasi tipo di oggetto, “dallo spillo al trattore” [es, come gli altri link, salvo diversa indicazione]. |
12 | ছবি তুলেছেন কার্লোস সানচেজ। | Un ambulante monta la sua bancarella al mercato di El Alto, Bolivia. |
13 | স্বত্ত্ব ডেমোটিক্স। | Foto di Carlos Sanchez, copyright Demotix. |
14 | এক সময় অল্প কয়েকটি দোকান নিয়ে এই মেলা শুরু হয়েছিল। | |
15 | এখন ৫ লাখ ব্যবসায়ী মেলায় দোকান নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। | Secondo alcune dichiarazioni, attualmente sarebbero 500.000 i commercianti in possesso dell' autorizzazione per lavorare nel mercato, ma durante le giornate di attività si contano circa 10.000 bancarelle. |
16 | তবে কিছুদিন আগেও এই সংখ্যা ছিল ১০ হাজারের মতো। | Apparecchiature elettroniche, mobili, attrezzi per l'agricoltura e materiali per l'edilizia sono solo alcune delle tipologie di merce esposte sui banchi dei venditori. |
17 | মেলায় প্রদর্শিত হয় এমন কিছু পণ্যের মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রাংশ, আসবাবপত্র, কৃষিজ পণ্য, নির্মাণ সামগ্রী। | |
18 | এল আল্টোর বাণিজ্যিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মেলা। | |
19 | পার্শ্ববর্তী লা পাজ শহর থেকেও অনেকে এখানে কেনাকাটার জন্য আসেন। | Questo mercato informale, che rappresenta un elemento importante dell'anima commerciale di El Alto e che si estende per 100 isolati, richiama molti residenti dalla vicina La Paz. |
20 | মেলার একটি অন্যতম আকর্ষণ হলো গাড়ির বাজার। ১০০ সিটি ব্লক পর্যন্ত জায়গা নিয়ে গাড়ির মেলা বসে। | Una delle sue principali attrazioni è il settore dei veicoli a motore, situato attorno a Plaza Pacajes e nelle vie attigue, in cui vengono parcheggiati motociclette, auto e mezzi pesanti, tutti di seconda mano. |
21 | পাকাজেস প্লাজার চারপাশে ব্যবহৃত মোটর সাইকেল, গাড়ি, পণ্যবাহী ট্রাক সাজিয়ে রাখা হয়। | |
22 | যন্ত্রচালিত এই গাড়ি বিক্রির পাশাপাশি বদলি পার্টসও বিক্রি করা হয়। | |
23 | এখানে এমনকি ভ্রাম্যমান লিগ্যাল অফিসও বসানো হয়, যাতে খুব কম সময়ে আপনার আইনজীবী নতুন কেনা গাড়িটির কাগজপত্র ঠিক করে দিতে পারেন। | |
24 | এই মেলা যেন সমাজবিদ্যা বিষয়ের একটি অংশ! | La commercializzazione di questo tipo di beni ha portato allo sviluppo di mercati secondari, come quello dei pezzi di ricambio. |
25 | আর তারই কিছু জিনিস শেয়ার করেছেন সাইমন ইয়ামপারা, পুকারা অনলাইন নিউজপেপারে। | |
26 | আবার এর কিছু মিল খুঁজে পেয়েছেন এনডিন সংস্কৃতিতে: | |
27 | মেলায় সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা মূল পণ্যগুলোর পাশে পরিপূরক পণ্যগুলোও মিলছে। | |
28 | যেমন মেলায় অটোমোবাইল বিক্রি হলে স্বয়ংস্ক্রিয়ভাবে অটো পার্টস-এর মতো অ্যাকসেসরিজ বিক্রির দরজা খুলে যায়। | |
29 | সাথে সাথে আইনজীবীদের ব্যবসা বাড়ে আইনি বিষয়গুলো সমাধা করার জন্য। | Sono stati addirittura creati degli studi legali mobili, in cui gli avvocati si possono occupare all'istante delle pratiche necessarie per registrare la proprietà del veicolo appena acquistato. |
30 | এর পাশাপাশি অন্যান্য পরিপূরক সেবা যেমন খাদ্য, আইসক্রিম, ড্রিংকস এমননি নতুন কিছু কেনাকে উদযাপন করতে বিয়ারও বিক্রি বাড়ে। | |
31 | তার মানে যৌক্তিকভাবে ব্যাপারটা দাঁড়ায়: একটা ওয়েস্টার্ন অর্ডার দিলে আরেকটা এনডিন অর্ডার দিতে হয়, যা পারস্পরিক সম্পৃক্ততার দিকে নিয়ে যায়। | |
32 | বিকিকিনির জন্য এখানে অনেক সওদা, যার অনেক কিছুই অনেকে পছন্দ করবে না। | Il mercato di El Alto è stato oggetto di una serie di studi sociologici come quello condotto da Simón Yampara, che condivide alcune delle sue scoperte sul quotidiano online Pukara. |
33 | আবার অনেক পণ্য নিয়ে বেশ বিতর্ক চলে। | Yampara associa alla cultura andina alcuni dei fenomeni osservati al mercato: |
34 | এই সময়কার চালু বিতর্ক স্থানীয়ভাবে উত্পাদিত নতুন দেশী পোষাক বনাম বিদেশী ব্যবহৃত পুরোনো পোষাক নিয়ে। | |
35 | তবে এই ইস্যুতে দুই পক্ষেরই সমর্থক রয়েছে। | |
36 | কারণ, বিদেশী ব্যবহৃত পোষাক দামে কম, কম আয়ের লোকেরা সহজেই কিনতে পারে সেটা। | |
37 | আবার স্থানীয়ভাবে উত্পাদিত নতুন দেশী পোষাক এল অল্টো এবং দেশের অন্যান্য স্থানে লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করে। মেলা নিয়ে আরেকটি সমালোচনা হলো, এখানে যেসব পসরা প্রদর্শিত হয়, তার ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। | L'ordine e il disordine con cui viene disposta la merce: in funzione di alcuni prodotti principali si crea una complementarietà con altri prodotti, come ad esempio la vendita di veicoli a motore ha automaticamente aperto spazi per la commercializzazione di una molteplicità di accessori e componenti, ma anche la creazione di studi legali per il disbrigo delle pratiche, fino a includere servizi accessori come la vendita di cibo, gelati, bibite e persino birra per praticare la ch'alla [it] [l'offerta propiziatoria alla Madre Terra] per il buon esito della compravendita. |
38 | বিশেষ করে প্রাকৃতিক ঔষধ-এর মতো পণ্যগুলোর উপরে। | |
39 | এগুলো ভালোভাবে পরখ না করেই এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই বিক্রি হয়ে থাকে। | Questo fenomeno è una logica conseguenza del fatto che, da un lato vi è una manifestazione del mondo occidentale, e dall'altro un'espressione della cultura andina, maggiormente incline a integrazioni interattive. |
40 | এই মেলায় ব্যাপকভাবে নানা ধরনের পশুপাখি বিকিকিনি হয়ে থাকে। | |
41 | কিন্তু এখানে প্রায়ই নানা ধরনের বেআইনি ঘটনা ঘটে। বিক্রি নিষিদ্ধ পশুপাখিও বিক্রি হয় এখানে। | Non tutti i prodotti in vendita sulle bancarelle godono di consenso unanime: la disponibilità di capi d'abbigliamento di seconda mano di provenienza estera che fa concorrenza a quelli nuovi, prodotti localmente, è molto controversa. |
42 | তা ছাড়া গৃহপালিত যেসব পশুপাখি মেলায় নিয়ে আসা হয়, দেখা যায় সেগুলো হয় গাদাগাদি করে বাজেভাবে নিয়ে এসেছে, নয়তো প্রজনন সময়কালেই নিয়ে এসেছে। | |
43 | এই অবস্থা প্রতিরোধে সবাইকে একত্র করতে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। মেলায় আগত ক্রেতাদের কাছে বর্ণিল দৃশ্যপট আর বিচিত্র শব্দরাজি একমাত্র আকর্ষণ নয়। | La questione vede schierate due fazioni impegnate in un acceso dibattito: da un lato c'è chi sostiene che l'abbigliamento usato è generalmente più economico e quindi abbordabile per le famiglie con un reddito moderato e dall'altro chi pensa che la vendita di vestiti nuovi contribuisca a creare lavoro a El Alto e in altre parti del Paese. |
44 | বিদেশী পর্যটকরাও তাদের গাইড বইয়ে এই আকর্ষণগুলো সম্পর্কে পড়তে পারেন। | Altre voci critiche nei confronti del mercato lamentano gli scarsi controlli su prodotti come le medicine tradizionali e naturali che sono vendute liberamente e senza alcuna indicazione riguardo alle date di scadenza. |
45 | স্থানীয় ব্লগার রোনাল্ড ভ্যালেজোস ডুরান নিকটবর্তী লা পাজ থেকে মেলায় ঘুরতে এসে সে অভিজ্ঞতার কথা লিখেছেন: | |
46 | মেলার নেপথ্যে দৃশ্য, শব্দরাজি আসলেই বৈচিত্র্যময়- বলিভিয়ান আর পেরুভিয়ান সংগীত বাজছে, সবগুলোই এসময়ের জনপ্রিয়, নাকি সুরে ঘোষণা চলছে ডায়াবেটিস এবং ক্যান্সার মুক্তির। | |
47 | আর এই মুক্তি মিলবে প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসায়। | |
48 | গাড়ির দোকানগুলো ঘুরে দেখে মনে হলো দাম একটু বেশিই। তবে চীনা গাড়ির সংখ্যা বেশি। | Molto richiesti risultano essere anche gli animali, compresi esemplari di fauna selvatica detenuta illegalmente, e specie domestiche provenienti da allevamenti abusivi o tenuti in pessime condizioni. |
49 | মেলার একটু ভিতরের দিকে আমার জন্য সার সার করে রাখা রয়েছে আমেরিকার ব্যবহৃত জামাকাপড়। | |
50 | জামাকাপড়গুলো আমাকে কিনতে পুনরায় বারণ করে দিলো। | A riguardo sono sorti dei gruppi Facebook che riuniscono coloro che si oppongono a questa pratica. |
51 | কেন না বছর দুয়েক আগে এগুলো নিয়ে ব্যাপক প্রতিবাদ ও বিতর্ক তৈরী হয়েছিল। | Lo scenario variopinto e la varietà di suoni rappresentano un'attrazione non solo per i potenziali, acquirenti ma anche per i turisti stranieri che leggono del mercato sulle loro guide. |
52 | মেলায় পণ্যের বিকিকিনি বাড়াতে, ক্রেতাদের পণ্যের প্রতি মনোযোগ আকর্ষণে কিছু মজার মানুষ (ক্যারেক্টার) সারাদিনই কাজ করে যায়। | |
53 | পালাব্রাস লিব্রেস ব্লগের ব্লগার মারিও ডুরান মেলায় এসে সেইসব মজার মানুষদের খুঁজে পেয়েছেন। | |
54 | এজন্য তিনি মেলায় আগত মানুষদেরকে “খোলা মন নিয়ে” আসতে বলেছেন। | Il blogger boliviano Ronald Vallejos Durán racconta in un post la sua esperienza alla Feria 16 de Julio, spostandosi con i mezzi pubblici dalla vicina La Paz: |
55 | এবং এও বলেছেন, “খুঁজলেই তাদের পেয়ে যাবেন”। তিনি মেলায় এসে এরকম দুইটা ক্যারেক্টারের সাথে কথা বলেছেন। | I suoni in sottofondo sono estremamente vari - le note della cumbia [it] boliviana e peruviana, la musica più in voga; voci nasali che annunciano cure contro il diabete e il cancro a base di ingredienti naturali e millenari. |
56 | এদের একজন হলেন ট্যাক্সি ড্রাইভার পেদ্রো এবং কুলি জুয়ান: | Nel settore riservato alle automobili ho notato che il prezzo dei veicoli è elevato; e un altro dato curioso è che la disponibilità di vetture cinesi è notevolmente aumentata. |
57 | জুয়ান হলো গরুর গাড়ি পরিবহন সংগঠনের একটি অংশ। | Addentrandomi nel mercato, mi attendevano numerosi isolati di [bancarelle che vendevano] abbigliamento di seconda mano proveniente dagli Stati Uniti. |
58 | তার কাজ হলো মেলা থেকে পণ্য সামগ্রী ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে আসা। | |
59 | সংগঠন থেকে তাকে ফিটফাট একটি ইউনিফর্ম দেয়া হয়েছে। | |
60 | মাথায় লম্বা-চওড়া হ্যাটও আছে। তার মজুরিও নির্দিষ্ট করা আছে। | Capi di cui più volte è stata proibita la vendita, basta ricordare le mobilitazioni e le polemiche insorte un paio di anni fa intorno alla questione. |
61 | পণ্য পরিবহনের জন্য তাদের মজুরি মোটে ১. ৪৫ মার্কিন ডলার। | Benché gli articoli in vendita rappresentino il richiamo principale, il mercato è popolato anche da interessanti personaggi che con il loro lavoro permettono alle attività di svolgersi senza intoppi. |
62 | আমরা মেলায় ঘুরতে লাগলাম। আর সে কারো কেনা আসবাবপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটলো। | Mario Durán, autore del blog Palabras Libres, è arrivato al mercato “senza pregiudizi” affidandosi al detto “cerca e troverai”: in un post racconta delle sue interazioni con due personaggi che rivestono un ruolo centrale per le attività commerciali, Pedro, il taxista e Juan, il facchino: |
63 | এজন্য আমাদের কাছে ক্ষমা প্রার্থনাও করলো। আমরা যখন একটি সংযোগস্থলে পৌছলাম, সে জিজ্ঞেস করলো, “কোথায় চললে হে তরুণ?” | Juan fa parte dell'associazione di facchini che con dei carrelli trasportano gli acquisti fino alla fermata del taxi, indossa un'uniforme singolare con il simbolo dell'associazione e un cappello a tesa ampia e … una sola tariffa: per trasportare le cose chiedono 10 boliviani [poco più di 1 euro]. |
64 | আমি তাকে বললাম, যেখানে ট্যাক্সি ভাড়া কম, সেখানে। | Mentre porta i mobili che abbiamo comperato, iniziamo ad attraversare il mercato; chiede permesso, va addosso a qualcuno, impreca a bassa voce contro l'ingorgo che si forma quando i veicoli iniziano a procedere contromano. |
65 | সে মালপত্র বহন করে দিয়ে আমাকে সাহায্য করলো। | All'angolo mi chiede “dove, giovanotto?”, nel punto in cui tassisti hanno la tariffa più bassa - gli rispondo. |
66 | আমি তাকে মজুরি দিলাম। | Mi aiuta a caricare le compere nel taxi, pago il dovuto. |
67 | আপনি যদি পিন কিংবা ট্যাক্টর খোঁজেন, তাহলে নিশ্চিন্তে ১৬ জুলাইয়ের মেলায় যান। | Che stiate cercando uno spillo o un trattore, sicuramente qualcuno li sta vendendo al mercato di El Alto; vi si richiede solo un po' di pazienza per trovare esattamente quello che state cercando. |
68 | সেখানে কেউ নিশ্চয় সেগুলো বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে আছে। | |
69 | তবে আপনি সত্যিকারে যেটা খুঁজছেন তা পেতে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। | L'utente Cesar Angel Zaragoza ha creato un set fotografico su Flickr in cui è possibile ammirare numerose fotografie del mercato. |
70 | মেলার আরও ছবি দেখতে পাবেন সিজার অ্যানজেল জারাগোজা'র ফ্লিকারে। | |