Sentence alignment for gv-ben-20150116-46836.xml (html) - gv-ita-20150116-94125.xml (html)

#benita
1আইএসআইএস দাবী করছে যে তাদের কাজাখ শিশুরা রুশ গুপ্তচরদের খুন করছেL'ISIS rivendica l'uccisione di spie russe ad opera dei suoi ragazzi kazaki [AGGIORNATO]
2আইএসআইএস তাদের দুটি প্রচারণামূলক ভিডিওতে নিজেকে আবদুল্লাহ নামে পরিচয় দেওয়া একটি ছেলেকে বীর হিসেবে তুলে ধরেছে।Un ragazzo chiamato Abdullah è diventato la star di due video propagandistici dell'ISIS.
3ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া প্রথম ভিডিওর ছবি।L'immagine è del primo video, ampiamente diffuso.
4১৩ জানুয়ারি তারিখে স্বঘোষিত ইসলামিক স্টেটস-এর প্রচার মাধ্যম শাখা আল হায়াত (প্রচার মাধ্যমে যাকে প্রায়শ আইএস আইএস হিসেবে উল্লেখ করা হয়) একটি ভিডিও প্রকাশ করেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি সম্ভবত যারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ছদ্মবেশী এফএসবি (রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা) গুপ্তচর, যাদের সিরিয়ায় অবস্থিত আইএসআইএস-এর উগ্রবাদী শিবিরে প্রবেশের জন্য পাঠানো হয়েছিল।Il 13 gennaio, Al Hayat, canale mediatico del sedicente Stato Islamico (chiamato spesso ISIS) ha pubblicato un video (ora cancellato) nel quale si presume che due uomini abbiano confessato, a chi li stava interrogando, di essere agenti sotto copertura del FSB (Servizi federali per la sicurezza della Federazione russa) mandati per infiltrarsi negli accampamenti degli estremisti in Siria.
5ঘটনাক্রমে এই দুই ব্যক্তিকে এক কিশোর গুলি করে হত্যা করে।In seguito, gli stessi vengono colpiti a morte da un giovane ragazzo.
6অনলাইনে ইন্টারনেট ব্যবহারকারীরা এই নিয়ে বিতর্ক করছে যে এই ভিডিও কি আসল নাকি কোন এক ভাবে সাজানো ছিলঃOnline, gli utenti si sono chiesti se il video fosse reale o in qualche modo preparato.
7এই ভিডিওর শেষ দৃশ্যে যে কিশোর উক্ত মানুষটিকে হত্যা করে দৃশ্যত সে সেই একই কিশোর যাকে এর আগের আল হায়াতের প্রকাশিত এক ভিডিওতে নিজেকে কাজাখস্তানের আবদুল্লাহ বলে পরিচয় দিতে দেখা যায়, এটি এমন এক তথ্য যা এই ভিডিওর নির্মাতা এক আতঙ্ক ধরানো পুরোনো কাহিনীর সাথে এই ফুটেজ যুক্ত করে, এবং তারপর ক্যামেরার অন্ধকার হয়ে যায়।Il ragazzo che giustizia gli uomini verso la fine del filmato sembra essere lo stesso che in un precedente video di Al Hayat si fa chiamare [en,come tutti i link seguenti, salvo diversa indicazione] Abdullah, originario del Kazakistan; un fatto ripreso anche dagli autori del video con un flashback a quello antecedente, mentre la camera sfuma.
8এই ভিডিও রুশ ভাষায় নির্মাণ করা হয়েছে এবং এতে ইংরেজি ও আরবী সাবটাইটেল বসানো হয়েছে, যার শুরু দৃশ্যত আইএসআইএস-এর শক্ত এক ঘাটিতে রুশ গুপ্তচরের প্রবেশের নিন্দা জানানোর মধ্যে দিয়ে:Il video, girato in russo e sottotitolato in inglese e arabo, inizia con la condanna per i chiari tentativi delle spie russe di penetrare le roccaforti dell'ISIS:
9নবীর করা হিজরাত-এর এলাকায় খেলাফত প্রতিষ্ঠিত হওয়া এবং জিহাদ শুরু হবার পর থেকে, এর শত্রুরা ভেবেছে তারা ইসলামিক স্টেটসের এলাকায় গুপ্তচর এবং দালাল পাঠিয়ে দেবে। কিন্তু আল্লাহ্‌ তাদের প্রচেষ্টা কলঙ্কিত করেছে এবং তা নস্যাৎ করে দিয়েছে।Dopo che il Khilahaf [Califfato] è diventato terra della hijrah [il pellegrinaggio del profeta Maometto] e della jihad [guerra santa], i nemici hanno pensato di poter mandare spie e agenti per cospirare contro lo Stato Islamico, ma Allah ha vanificato i loro sforzi e sventato i loro piani.
10এর পরের উপস্থাপিত অংশ হচ্ছে রুশ গোয়েন্দা বিভাগ নিযুক্ত দুই চরের স্বীকারোক্তি।La seguente presentazione è parte della confessione dei due agenti reclutati dal servizio segreto russo.
11অভিযুক্ত দুজনের মধ্যে প্রথম জনের নাম জামবুলাত মামায়েভ, দাবী করা হয়েছে যে কাজাখ এই ব্যক্তি এফএসবি-এর হয়ে কাজ করত।Il primo dei due presunti agenti, Jambulat Mamayev, afferma di essere un cittadino kazako che lavora per l'FSB.
12তার সাক্ষাৎকার রয়েছে যে ফুটেছে, সেখানে ধারণ করা মুহূর্তে শব্দের ক্ষেত্রে কিছুটা শূন্যতা রয়েছে, দৃশ্যত যা সবচেয়ে গুরুত্বর্পূণ বিষয়।Il filmato dell'intervista di Mamayev presenta dei silenzi proprio nei punti di maggior importanza.
13উক্ত ব্যক্তিকে তার নাম উচ্চারণ করতে বলায় তা মামায়েভ-এর মত শোনায়নি- আইএসআইএস-এর ধারণা-সম্ভবত সে ব্যক্তি তার লক্ষ্যের খুব কাছে এগিয়ে গিয়েছিল।Non si sente Mamayev che dice il nome della persona - presumibilmente dell'ISIS - che doveva avvicinare nella propria missione.
14তাকে, এফএসবির যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে সে তার নাম উচ্চারণ করেনি:Egli non fa riferimento al nome dei mandanti responsabili del FSB:
15আমার লক্ষ্য ছিল শাম [সিরিয়া] যাওয়া এবং (-) কাছাকাছি যাওয়া এবং এই বিষয়ে এফএসবিকে জানানো।La mia missione era arrivare a Sham [Siria] e avvicinarmi a (-) e informarne l'FSB.
16এবং একই সাথে আমাদের দায়িত্ব ছিল রাশিয়া থেকে আসা যোদ্ধাদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং সেগুলোকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া।E raccogliere anche informazioni sui combattenti russi e inviare l'informazione alla Russia.
17দ্বিতীয় সাক্ষাৎকারে সের্গেই আশিরভ (আসিমভ), তাকে যে নিয়ন্ত্রণ করতে উক্ত ব্যক্তিকে ইলদার বলে উল্লেখ করে এবং জানায় যে প্রাক্তন এক মুসলমান হিসেবে চিহ্নিত করা সত্ত্বেও তাকে “মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে” বলা হয়।Il secondo intervistato, Sergei Ashirov parla di un responsabile chiamato Ildar e riassume il proprio compito come “guerra ai musulmani”, nonostante sia stato identificato egli stesso come musulmano.
18সবশেষে সে অন্যদেরকে বিনীত অনুরোধ জানায়, যেন রাশিয়াকে থামানোর জন্য তারা এ রকম কাজ না করে:Alla fine implora gli altri, in un russo incerto, di non fare lo stesso:
19আর আমি সরাসরি তাদেরকে আমার বার্তা পাঠাতে চাই যারা এখানে আসতে এবং গুপ্তচগিরি করতে চায়।E voglio mandare il mio messaggio a quelli che vogliono venire qui e fare spionaggio.
20আমি তাদের বলব, দেরি হয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর।Io vi dico di pentirvi di fronte ad Allah ora, prima che sia troppo tardi.
21কতটা আসল?Potrebbe essere autentico?
22এলিওট হিগিন্স যিনি ব্রাউন মোজেস ব্লগ-এর প্রতিষ্ঠাতা, সে প্রথমে ধারণকৃত এই ভিডিও-র ব্যাপারে তার সন্দেহ প্রকাশ করে:Eliot Higgins, fondatore del blog Brown Moses, inizialmente ha messo in dubbio l'autenticità del filmato:
23আইএসআইএসএর নতুন ভিডিওটির প্রতিটি ফ্রেম দেখালাম, কিন্তু তাতে আমি না দেখলাম এর কোন এক প্রভাব, না দেখলাম কোন রক্ত।Ho guardato il nuovo video dell'ISIS fotogramma per fotogramma, ma non ho visto né l'impatto né il sangue.
24Before changing his mind:Prima di cambiare idea:
25দেখে মনে হচ্ছে আটককৃত দ্বিতীয় ব্যক্তির নাক থেকে খানিকটা রক্ত বের হয়ে এসেছে যা অন্ধকারে মিশে গেছে, তাহলে এটা হয়ত সত্যিকারের এক ভিডিও (দূর্ভাগ্যজনক ভাবে)।Sembra esserci del sangue che esce dal naso della seconda vittima proprio mentre il video si dissolve, quindi potrebbere essere vero (purtroppo)
26আরেকজন টুইটার ব্যবহারকারী এর জবাবে যৌক্তিক মন্তব্য করেছে:Un altro utente di Twitter replica con una buona osservazione:
27এলিওট হিগিন্স, যদি তারা একজন শিশু এই কাজটি করেছে এই বিষয়টি দেখাতে এতটাই আগ্রহী, তাহলে ক্যামেরায় কেন কৌশল এবং আর এই ভিডিওতে এত সম্পাদনা করা হয়েছে।Eliot Higgins, Se sono così scrupolosi da mostrare un ragazzino che fa tutto ciò, perché tutte quelle inquadrature distorte e quelle modifiche.
28তাহলে কেন কারুকাজ ছাড়া তা উপস্থাপন করা হল না?Perché non farlo e basta?
29পরিচয় গোপন রেখে ভিড. মিতে আপলোড করা ভিডিওর নীচে করা মন্তব্যে একই ধরনের প্রশ্নবোধক ভাব ছিল, যদিও মন্তব্যের রুক্ষ স্বর ভিডিও শেয়ার করা ওয়েব সাইটের স্বরের সাথে সম্পৃক্ত ছিল :I commenti anonimi caricati su vid.me pongono più o meno lo stesso interrogativo, anche se in un tono più duro e crudo in riferimento ai siti web che lo hanno condiviso:
30ওহে হেরে যাওয়া মানুষ, ওই লাথি এতটাই অস্তিত্বহীন যে এটা এমনকি বৃথা যায়নি।hey sfigati, è tutto così inesistente, addirittura al colpo c'è un vuoto.
31এই ধরনের কোন প্রযুক্তি নেই যে শিশুরা এই বন্দুক দিয়ে গুলি করতে পারে এবং এমনকি পেছনে ধাক্কা না খেয়ে কেউ এর তাক ঠিক রাখতে পারে না।Non esiste che quel ragazzino spari con quella pistola e la tenga bassa senza aver un minimo di contraccolpo.
32গোল্লায় যাওয়া ভুয়া ভিডিও! দয়া করে কি কেউ এই করুণা উদ্রেক করা এই চলচ্চিত্র নির্মাতা কোম্পানিকে বরখাস্ত করবে।FAKE DEL CAZZO! qualcuno, per favore, può far fuori questa penosa società cinematografica turca? cavolo!
33গোল্লায় যাক!Sempre così
34তারা সবসময় এই কাজটা করে। সকল দৃষ্টি রাশিয়া এবং কাজাখস্তানের দিকে।Tutti gli occhi sono puntati sulla Russia e sul Kazakistan
35সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আইএস আইএস-এর হুমকি নিয়ে কথা বলেছেন এবং তিনি সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি সমর্থন প্রদান করেছেন যে অতীতে আইএসআইএস বিরোধী।Recentemente, il presidente russo Vladimir Putin ha parlato della minaccia dell'ISIS, sostenuto dal presidente siriano Bashar al-Assad, già in passato oppositore dell'ISIS.
36কিন্তু অনেকে বিশ্বাস করে যে যেমনটা ভাবা হয় আইএসআইএস-এর হুমকি নিয়ে রাশিয়া সেই পরিমাণ উদ্বিগ্ন নয়, তবে দেশটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রে তার প্রভাব আরো জোরোলো করার জন্য আইএসআইএস ভীতি ছড়িয়ে দিচ্ছে।Però in molti credono che la Russia non ne sia minimamente preoccupata rispetto a quanto fa vedere, e al contrario stia attuando una politica del terrore negli stati ex sovietici per consolidare la propria influenza sul territorio.
37এখন কাজাখস্তান এই ভিডিও দিয়ে কি করবে সেটি আরেকটি বিষয়।La risposta del Cremlino al filmato - se ci sarà - meriterà di essere vista.
38প্রাথমিক ভাবে দেশটি এই কারণে বিব্রত যে আইএসআইএস দেখাচ্ছে কাজাখ শিশুরা তাদের এক উগ্রবাদী শিবিরে প্রশিক্ষণ গ্রহণ করছে, আস্থানা এখন এই ধারণার পাল্টা ধারণা তৈরী করবে যে, তার এক নাগরিক সেই একই শিবিরকে পরিশুদ্ধ করতে গিয়ে ধরা পড়েছে, যদিও সে অন্য এক দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে গিয়ে ধরা পড়ে।Quello che il Kazakistan farà col video è tutta un'altra storia. Dopo l'imbarazzo iniziale dovuto al fatto che il ragazzino mostrato dall'ISIS è kazako e addestrato nei loro campi, la capitale Astana adesso dovrà affrontare la questione riguardante un proprio connazionale preso mentre cercava di infiltrarsi in quei campi e soprattutto mentre lavorava per i servizi segreti di un altro paese.
39যদি কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ ইন্টারনেটের কুবচন সাথে পরিচিত হতেন, তাহলে তিনি হয়ত উগ্রবাদী দলগুলোকে তার দেশকে তাদের খুশিমতো পরিচালনা করার জন্য অভিযুক্ত করতেন।Se il presidente kazako Nursultan Nazarbayev avesse familiarità con lo slang di internet, potrebbe accusare il gruppo radicale di aver “trollato” il proprio paese.
40তাজা সংবাদ, ১৪ জনুয়ারি গ্রিনিচ মান সময় অনুসারে সকাল ৮. ৫০ মিনিট: সের্গেই আসিমভ নামের এবং দেখতে এক ব্যক্তিকে পাওয়া গেছে-কিন্তু তার মুখে দাড়ি আছে- তার একই সাথে ফেসবুক এবং রুশ স্যোশাল নেটওয়ার্ক সাইটে ভিকোনটাকটে একাউন্ট রয়েছে।Aggiornamento del 14 Gennaio, 08:50 GMT: Un uomo che corrisponde per nome e somiglianza a Sergey Ashimov [ru] - ma che porta la barba - ha dei profili su Facebook e sul social network russo VKontakte.
41ফেসবুকে তার আরেক নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে নিকোলাই, যা এক বন্ধনীর মাঝে রেখে বোঝানো হয়েছে, তার নামটি ভিডিওতে উচ্চারিত নামের মত শোনাচ্ছে।Su Facebook ha un secondo nome, Abdullah ibn Nikolai, posto tra parentesi, sembra proprio l'Ashimov del video.
42সেই ২০১১ থেকে আসিমভের প্রোফাইল দৃশ্যত সুপ্ত রয়েছে, এটি এমন এক সময় যখন থেকে আইএসআইএস-এর উত্থান লক্ষ্য করা যায়।Il profilo di Ashimov sembra inattivo dal 2011, data che precede l'ascesa alla ribalta dell'ISIS.
43তার প্রোফাইলে আসিমভ লিখেছে (নভেম্বর ২০১০):Sul suo profilo [ru], Ashimov scrive (Novembre 2010):
44আমি বেহেশতে আল্লাহর অনুগ্রহ পাবার কথা চিন্তা করছি, আর তিনি আমার সকল পাপের জন্য আমাকে ক্ষমা করবেন।Sto pensando di entrare nella grazie di Allah cosicchè possa perdonare tutti i miei peccati.
45একই সাথে তিনি জানান যে তিনি এক ব্যবসা শুরু করতে চান, কিন্তু তার কিছু ঋণ আছে।Inoltre rivela che gli sarebbe piaciuto poter intraprendere un affare, ma che ha dei pesanti debiti.
46তিনি তার জন্ম নিবন্ধনে কাজানকে তার জন্মস্থান হিসেবে উল্লেখ করেছেন, যা রাশিয়ার আধা স্বায়ত্ত্বশাসিত এলাকা তাতারস্থানের রাজধানী।Registra, come città natale, Kazan, la capitale del Tatarstan, federazione semiautonoma russa.
47তার ফেসবুকের প্রোফাইল ছবিতে একটি কিশোরের ছবি রয়েছে যে একটি বইয়ে চুম্বন করছে দৃশ্যত যেটিকে এক কোরআন শরীফ বলে মনে হচ্ছে, অন্য ছবির মধ্যে রয়েছে বাঁদুরে বা বালাকালাভ টুপি ( চোখ এবং মুখ ছাড়া সব ঢাকে এমন টুপি) পরা ব্যক্তির ছবি যে ছবিটিকে দেখে মনে হচ্ছে আরোপিত এক ছবি এবং অন্য এক গ্রাফিকসের শিরোনাম “ রমজান মাসে তুরস্ক”।La foto profilo raffigura un ragazzo che bacia ciò che sembra essere il Corano. Altri immagini includono un volto coperto da un passamontagna apparentemente in posa e un'altra foto fatta “In Turchia [durante] il Ramadan”.
48২০১৩ সালে আসিমভকে রুশ স্যোশাল নেটওয়ার্ক সাইট ভিকোনটাকটে ব্যবহার করতে দেখা যায়, যেখানে তাকে তাতারস্থান এবং এশিয়ায় গাড়ি পরিবহন সেবার এক বিজ্ঞাপন প্রদান করতে দেখা যায়।Nel 2013 invece Ashimov è presente sul social network russo VKontakte, per pubblicizzare un servizi di trasporto automobilistico tra Tartastan e l'Asia.
49ভিডিওতে নিজেকে জামবুলাত মামাইয়েভ বলে দাবী করা ব্যক্তি সম্বন্ধে গ্লোবাল ভয়েসেস বিশেষ কোন তথ্য পায়নি।Global Voices non è in grado di fornire informazioni particolari sull'uomo che dichiara di essere Jambulat Mamayev.