Sentence alignment for gv-ben-20110107-14487.xml (html) - gv-ita-20110106-29005.xml (html)

#benita
1কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও রেকর্ড করেছেColombia: video-blogger raccontano il 2010 con un filmato al giorno
2যেমনটা এর আগে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত হয়েছিল, কলম্বিয়ার বেশ কিছু ভিডিও ব্লগার সিদ্ধান্ত নিয়েছিল যে ২০১০ সালে তারা প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে।Risale al 2010 la curiosa iniziativa di alcuni videoblogger colombiani consistente nel realizzare un video al giorno [en] nel corso dell'intero anno.
3যদিও সবগুলো ভিডিওর নির্মাণ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তারপরে তাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়, যারা জুয়ান ফাল্লার (@জুয়ানফাল্লাস্পেন) এই বৈশ্বিক চিন্তাভাবনার সাথে যুক্ত হয়েছিল (গ্লোবাল ভয়েসেস-এর আগের এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে)।Sebbene non tutti abbiano poi portato a termine il progetto, va riconosciuto il merito e lo sforzo di quanti hanno aderito all'originale idea promossa da Juan Falla (@juanfallaesp [es, come tutti i link successivi, tranne ove diversamente segnalato]), quale è stata ampiamente illustrata in un precedente articolo [en] di Global Voices Online).
4জুলিয়ানা মাউরিচিও (@প্রোফেটালোকো) এমন এক ভিডিও ব্লগার, যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং সে এটিকে শেষ করেছে।Juliàn Mauricio, (@Profetaloco), uno dei videoblogger riuscito positivamente nell'impresa, ne ha annunciato prontamente la notizia su Twitter:
5এই উদ্যেগের ফলাফল টুইটারে পোস্ট করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]।3 colombiani hanno deciso di arrivare fino in fondo nella sfida #vlog365.
6কলম্বিয়ার যে তিনজন ব্লগার #ভ্লগ৩৬৫ নামক চ্যালেঞ্জকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা হচ্ছে @লুইসাসান্তিয়াগো,@আলেজান্দ্রোএঞ্জেল,@প্রফেটালোকো।Sono: @luisasantiaga @alejandroangel @profetaloco, con la realizzazione di un video-diario per ogni giorno dell'anno.
7তারা [২০১০] সালে প্রতিদিন একটি করে ভিডিও সমাপ্ত করেছে। একই সাথে এই ধরনের কাজের প্রক্রিয়ার সাথে যুক্ত হবার ফলে তার যে আত্মতৃপ্তি, তা সে সবাইকে জানাচ্ছে:Alla fine dell'anno, sempre Mauricio non ha mancato di esternare la propria grande soddisfazione per aver preso parte all'ambiziosa iniziativa:
8আমি এই চ্যালেঞ্জ সমাপ্ত করেছি। #ভ্লগ৩৬৫ আরো ভিডিও তৈরির জন্য উৎসুক হয়ে রয়েছে।HO TERMINATO IL PROGETTO #vlog365 con ancora voglia di fare video.
9এগুলো কিছুক্ষণের জন্য @প্রোফেটালোকোতে থাকবে!!!!@profetaloco è qui tutto per voi!!!
10২০১০ সাল ছিল স্প্যানিশ ভাষায় ভিডিও ব্লগের বছর।Il 2010 è l'anno del videoblog in spagnolo!!!
11এটি ১৮ ডিসেম্বর, ২০১০-এ, তৈরি করা তার এই ভিডিও [স্প্যানিশ ভাষায়], কলম্বিয়ার, কালি নামক এলাকার নৈসর্গিক দৃশ্য তুলে ধরছে।Questo è il filmato da lui girato il 18 dicembre 2010, una visione panoramica di Cali (Colombia):
12লুইসা সান্তিয়াগো (@লূইসাসান্তিয়াগো), যিনি কার্টাজেনা থেকে তার প্রতিদিনের ভিডিও রেকর্ড করেন। ভদ্রমহিলা তার বছরের শেষ ভিডিওতে তার এই চ্যালেঞ্জের বিষয়টি ব্যাখ্যা করছেন।Luisa Santiaga (@Luisasantiaga), che ha realizzato un video-diario della città di Cartagena [it], ha spiegato con esattezza le caratteristiche del progetto nel suo ultimo video dell'anno:
13তার ওয়েবসাইট কার্টাজেনা ৩৬৫-এর মাধ্যমে যারা তার ভিডিও দেখেছে, লুইসা তাদের ধন্যবাদ জানিয়েছে [স্প্যানিশ ভাষায়] এবং লুইসা এ আগামীতে আরো ভিডিও নির্মাণের বিষয়টি চালিয়ে যাবার কথা লিখেছেন:Sul blog Cartagena 365, Luisa ha ringraziato coloro che l'hanno seguita in questo periodo, rendendo anche nota la propria intenzione di continuare a realizzare video:
14২০১০ সালে আমার সাথে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ।Grazie per essermi stati vicini e per avermi sostenuto durante tutto questo 2010.
15২০১১ সালেও আমি আপনাদের সঙ্গ আশা করব, কারণ কার্টাজেনা ৩৬৪ শেষ হয়ে যাচ্ছে না। কাজে আপনারা আরো লম্বা সময় ধরে লুইসা সান্তিয়াগোকে পাচ্ছেন।Spero di poter godere della vostra preziosa compagnia anche l'anno prossimo, poiché Cartagena365 non è ancora finita!
16হেহে। আলেজান্দ্রো এঞ্জেল (@আলেজান্দ্রোএঞ্জেল) ২০১০ সালে প্রথম ভিডিও নির্মাণের বিষয়টি স্মরণ করছেন।Così ne avrete ancora di Luisa Santiaga, e per parecchio tempo!
17নতুন বছর, নতুন জীবন…. ৩৬৫ দিন আগে……. http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #videoAlejandro Angel (@AlejandroAngel) ha orgogliosamente ricordato il suo primo video del 2010:
18লুইসা সান্তিয়াগোর মত (@লূইসাসান্তিয়াগো) সেও, প্রজেক্ট ৩৬৫ ভিডিও ব্লগিং নামক বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটি ভিডিও বেছে নিয়েছেন।
19আলেজান্দ্রো এঞ্জেল-প্রোভেক্টো ৩৬৫ [স্প্যানিশ ভাষায়] সাইটের মাধ্যমে সে এই সাইটে যোগ দিয়েছে।Año nuevo vida nueva… hace 365 días … http://365.alejandroangel.es/dia-1-ano-nuevo-vida-nueva/ #video
20নিঃসন্দেহে বলা যায়, এই সমস্ত ভিডিও ব্লগ বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে: কলম্বিয়ার ক্যারিবিয়ানদের ড্রামস [স্প্যানিশ ভাষায়] এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা [স্প্যানিশ ভাষায়] (লুইসাসান্তিয়াগো), একটি কনসার্টের পর্যালোচনা [স্প্যানিশ ভাষায়) এবং সাম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা ছাত্রের কথা [স্প্যানিশ ভাষায়] এবং বারানকুইয়াল্লা নামক শহরের বৃষ্টিপাত [স্প্যানিশ ভাষায়] এবং একর্ডিয়ান নামক বাদ্যযন্ত্রের স্বরলিপি [স্প্যানিশ ভাষায়] অথবা ইসলা ডে টাগাঙ্গার গায়কেরা [স্প্যানিশ ভাষায়] (আলেজান্দ্রোএঞ্জেল), হচ্ছে এ রকম কিছু ভিডিও, যা ওই সমস্ত ব্লগারদের কিছু ভিডিও যা সারা বছর ধরে দেখানো হয়েছে।