Sentence alignment for gv-ben-20100528-11015.xml (html) - gv-ita-20100521-19722.xml (html)

#benita
1মাদাগাস্কার: সেনাবাহিনী আর ভিন্নমতাবলম্বী পুলিশ ইউনিটের মধ্যে সংঘর্ষMadagascar: scontro a fuoco tra gruppi di forze armate rivali
2গত ২০শে, ২০১০ তারিখে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে দুটি পরস্পরবিরোধী সেনাবাহিনীর দলের মধ্যে।Ieri, giovedì 20 maggio, nella capitale del Madagascar, Antananarivo, per oltre un'ora si sono registrati intensi scontri a fuoco tra forze armate rivali [in].
3চলতে থাকা রাজনৈতিক সংঘর্ষ আবার শুরু হয়েছে এবং স্থানীয় রেড ক্রসের রিপোর্ট অনুসারে অন্তত তিনজন আহত হয়েছেন এই গোলযোগে।Ancora una volta la crisi politica in corso [it] è sfociata in azioni violente: un rapporto della Croce Rossa locale afferma che almeno tre persone sono rimaste ferite negli scontri [fr].
4এফআইজিএন নমে পুলিশের একটা বিছিন্ন অংশের (Forces d'Intervention de la Gendarmerie Nationale: FIGN ) সমর্থনে শত শত জনতা একত্র হলে তাদেরকে ঘিরে ছিল এমো-রেগ নামে সেনাবাহিনীর একটা ইউনিট (état-major mixte opérationnel régional: Emmo-Reg), আর এরপরে গোলাগুলি বিনিময় হয়।Un'assembramento composto da qualche centinaio di civili e appoggiato da una fazione dissidente della polizia (Forze d'Intervento della Gendarmeria Nazionale: FIGN) è stato circondato da un'unità dell'esercito (Stato maggiore misto operativo regionale: Emmo-Reg), dopodichè è avvenuto lo scontro a fuoco.
5এফআইজিএন এর নেতা কর্নেল রেমন্ড আন্দ্রিয়ানজাফি ব্যাখ্যা করেছেন যে আন্দ্রাইনারিভো-মাউসলিতে জনসাধারণের একত্র হওয়ার কারণ বর্তমান অবস্থা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশের জন্য আর এই পরিস্থিতির একটা সমাধান খোঁজার জন্য।Il leader delle FIGN, colonnello Raymond Andrianjafy, ha spiegato che la loro presenza all' Andrainarivo-Mausolée [fr] voleva permettere ai civili di esprimere disapprovazione sulla situazione attuale e offrire suggerimenti per trovare una soluzione alla crisi.
6এফআইজিএন সেখানে উপস্থিত ছিল সমবেতদের নিগ্রহিত হওয়া থেকে বাঁচাতে।Le FIGN erano lì per evitare che il raduno venisse represso, ha affermato Andrianjafy.
7strong>সর্বশেষ: মাদাগাস্কার ট্রিবিউন জানাচ্ছে যে বন্দক যুদ্ধ থেকে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ধর্মযাজক রিভো আরিসন রানাইভো ছিলেন যেটা প্রোটেস্টেন্ট চার্চের একটি বার্তা জানিয়েছে।Lo scontro arriva pochi giorni dopo l'assalto a un'emittente locale [in] da parte di un'unità speciale dell'esercito, il 17 maggio, mentre un leader dell'opposizione, Ambroise Ravonison, e un altro ospite in trasmissione, Harrison Razafindrakoto, stavano rilasciando un'intervista dal vivo [in].
8স্থানীয় একটা রেডিও স্টেশন মে মাসের ১৭ তারিখে সেনাবাহিনীর বিশেষ একটা ইউনিট দ্বারা আক্রান্ত হওয়ার কয়েক দিন পরে এই সংঘর্ষ হল যখন বিরোধী দলের নেতা অ্যাম্ব্রোইজ রাভোনিসন আর একজন অতিথি হ্যারিসন রাজাফিন্দ্রাকতো সরাসরি সাক্ষাতকার দিচ্ছিলেন।I blogger e gli utenti di Twitter locali sono stati i primi a segnalare gli scontri a fuoco della mattinata: Pierre Maury da Antananarivo ha scritto su Twitter che i colpi di pistola sono iniziati alle 09:42 ora locale, sono stati intensi e sono durati per almeno 45 minuti.
9মাদাগাস্কারের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সকালে এই বন্দুক যুদ্ধের কথা প্রথমে জানান:InvestGasy ha riferito che tre autocarri militari sono stati visti avvicinarsi al punto d'incontro e che alcuni negozi hanno chiuso battenti.
10আন্তানানারিভো থেকে পিয়ের মাউরি টুইট করেছেন যে সকাল ৯:৪২ মিনিটে বন্দুকের গুলির আওয়াজ শুরু হয় জোরালোভাবে আর তা প্রায় ৪৫ মিনিট ধরে চলে।Jentilisa era al raduno e ha inviato il seguente aggiornamento alle ore 11 ora locale [mg]:
11ইনভেস্টগ্যাসি জানিয়েছেন যে তিনটি সেনাবাহিনীর ট্রাককে মিটিং স্থলে আসতে দেখা গেছে আর শহরতলীর কয়েকটি দোকান বন্ধ ছিল।La gente non può più entrare nel Mausoleo dopo lo scontro. Quelli che sono dentro hanno ripreso a cantre e a pregare.
12জেন্টিলিসা, যিনি এই সমাবেশে ছিলেন, এই লেখা স্থানীয় সময় সকাল ১১ টায় পোস্ট করেছেন:Ranjachrys, anch'egli sul posto, ha confermato che le preghiere di gruppo sono continuate mentre aveva luogo lo scontro.
13মুখোমুখি হওয়ার পরে মানুষ আর মাউসোলিতে ধুক্তে পারছে না।Riferisce anche che uno di loro è stato poi arrestato.
14যারা ভিতরে আছেন তারা গান আর প্রার্থনা আবার শুরু করেছেন। রাঞ্জাক্রাইস, যিনি ওই স্থানে ছিলেন, নিশ্চিত করেছেন যে দলীয় প্রার্থনা চলছিল যখন সংঘর্ষ হয়।Tomavana, blogger residente a Ginevra, ha diffuso gli aggiornamenti dei blogger locali su diverse piattaforme di social media e compilato un'esaustivo elenco degli eventi com'erano stati raccontati dagli utenti di Twitter:
15তিনি আরো জানিয়েছেন যে একজন ধর্মযাজককে পরে গ্রেপ্তার করা হয়।Archivi degli aggiornamenti via Twitter dal Madagascar
16জেনেভায় বসবাসকারী একজন ব্লগার তোমাভানা, বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্মে দেয়া স্থানীয় ব্লগারদের আপডেট তুলে ধরেছেন আর একত্র করেছেন ঘটনার কালানুক্রমিক ধারা যা টুইটারকারীরা বিভিন্ন সময়ে জানিয়েছেন:Sempre su Twitter, Tomavana Sameganegie e Dotmg stanno cercando di convincere la gente rendersi conto che molte delle cosiddette informazioni diffuse alla radio o nei vari messaggi su Twitter vanno prese con prudente scetticismo.
17মাদাগাস্কার থেকে টুইটার বার্তার আর্কাইভ মাদাগাস্কার বিষয়ে টুইটার আপডেট:Molte di queste notizie si sono rivelate inaccurate oppure vera e propria propaganda.
18টুইটারকারী তোমাভানা, সেমগানেগি আর ডটএমজি মানুষকে অনুরোধ করছেন বিভিন্ন রেডিও আর টুইটার আপডেটে যে অনেক তথ্য শোনা যাচ্ছে তা সাবধানে গ্রহন করা উচিত।Hanno così coniato l'hashtag #fvtm (acronimo di: filazana vaovao tsy marina, traducibile come “segnalazioni di informazioni false”) su Twitter per mettere in evidenza la diffusione di tali informazioni.
19এদের মধ্যে অনেক কয়েকটা ভুল বা প্রচারণা হিসাবে প্রমাণিত হয়েছে।Mentre la situazione rimane in pieno sviluppo, il blogger MyDago ha pubblicato anche un breve filmato [mg] sull'incidente.
20তারা হ্যাশট্যাগ #এফভিটিএম (ভুল তথ্য দেয়ার সংক্ষেপিত রুপ) গঠন করেছেন টুইটারে ভুল তথ্য তুলে ধরার জন্য।Questi infine gli aggiornamenti che continuano ad essere diffusi in tempo reale via Twitter relativi a #Madagascar.
21পরিস্থিতি এখনও পরিবর্তনশীল আর এখানে আমরা সর্বশেষ জানাব যখন আরো সংবাদ নিশ্চিত করা হবে।Aggiornamento del 22/05: Madagascar Tribune riporta che vi sarebbero state 4 vittime [fr] durante gli scontri a fuoco.
22এখানে পাওয়া যাবে সেইসমস্ত টুইটার আপডেট যেখানে #মাদাগাস্কার শব্দটি উল্লেখিত আছে।Tra queste anche il pastore Rivo Arison Ranaivo, come reso pubblico da un comunicato dell'Associazione delle Chiese Protestanti [mg].