Sentence alignment for gv-ben-20120617-27856.xml (html) - gv-ita-20120617-61753.xml (html)

#benita
1আফগানিস্তানে প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা‘Buz-e-Chini’, il primo cartone animato digitale afgano
2দীর্ঘ তিন দশকের যুদ্ধ আর ধ্বংসপাতের ইতিহাস পিছনে ফেলে আফগানিস্তান আধুনিক প্রযুক্তি আর মিডিয়া ব্যবহার করে দেশটির পুনর্নিমাণ করছে। আর নতুন প্রজন্মও বেড়ে উঠছে নতুন স্বপ্নকে সাথে নিয়ে।Lasciandosi alle spalle più di trent'anni di guerre e distruzione, l'Afghanistan di oggi si serve anche di tecnologie moderne e nuovi media per ricostruire il Paese e far crescere le nuove generazioni con una visione più ottimistica del futuro.
3দেশটির প্রথম থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড স্বপ্লদৈর্ঘ্য ছবি ‌'বাজ-ই-চিনি' (ছাগল) হাজারাগি ভাষায় নির্মিত হয়েছে‘Buz-e-Chini‘ [en, “la capra”) è il primo cartone animato digitale 3D mai realizzato in hazaragi [en], un dialetto della lingua persiana parlato dalle popolazioni hazara [it] in Afghanistan e in Pakistan.
4। হাজারাগি হলো আফগানিস্তান এবং পাকিস্তানের ফারসিভাষী হাজারা জনগোষ্ঠীর একটি উপভাষা।La storia si basa su una fiaba popolare e narra le vicende di una capra e dei suoi tre capretti ingannati da un astuto lupo.
5সিনেমাটি তৈরি করা হয়েছে একটি লোক গল্প অবলম্বনে, যেখানে ধূর্ত নেকড়ে ছাগল ও তার তিন বাচ্চার সাথে প্রতারণা করে।È ambientata in Bamiyan, una provincia dell'Afghanistan centrale, all'ombra dei Buddha di Bamiyan [it], le due monumentali statue del Buddha risalenti al VI secolo d.C. e distrutte dai talebani nel 2001.
6আর সিনেমার লোকেশন বেছে নেয়া হয়েছে মধ্য আফগানিস্তানের বামিয়ান প্রদেশকে।‘Buz-e-Chini' è diretto da Abbas Ali, un disegnatore grafico di origini hazara.
7২০০১ সালে তালেবান কর্তৃক ষোড়শ শতাব্দীর বৌদ্ধ মন্দির ভাঙ্গার কথা মনে রেখেই এই জায়গাটি বেছে নেয়া হয়েছে। ‌'বাজ-ই-চিনি' পরিচালনা করেছেন হাজারা সম্প্রদায়ের গ্রাফিক্স ডিজাইনার আব্বাস আলী।Nato in Afghanistan, Abbas Ali lascia il paese durante il regime talebano, rifugiandosi in Pakistan, dove studia animazione grafica e comincia a lavorare a ‘Buz-e-Chini', che terminerà una volta rientrato nel suo Paese dopo la caduta del regime.
8তার জন্ম আফগানিস্তানে। তবে তালেবানরা দেশটি দখল করে নিলে তিনি দেশ ছেড়ে চলে যান।Sulla sua passione per i film d'animazione, Abbas Ali racconta [fa]:
9তিনি পাকিস্তানে রিফিউজি হিসেবে যান।Da bambino adoravo i cartoni animati trasmessi in televisione.
10এখানেই তিনি অ্যানিমেশন নিয়ে লেখাপড়া করেন। সেখানেই সিনেমা বানানোর উদ্যোগ নেন।Spesso saltavo le lezioni a scuola per guardare i miei cartoni preferiti in tv, e qualche volta mi sono preso anche qualche scapaccione per quello.
11আফগানিস্তানে তালেবানদের পতন হলে তিনি দেশে ফিরে আসেন।Questo interesse mi ha spinto ad iniziare a disegnare e in seguito ad iscrivermi alla scuola di design.
12এবং ‌'বাজ-ই-চিনি'র নির্মাণ শেষ করেন।'Buz-e-Chini': Poster ufficiale del film
13অ্যানিমেশন সিনেমার প্রতি আগ্রহ নিয়ে আব্বাস আলী বলেন [ফারসি ভাষায়]: ছোটবেলায় টেলিভিশনে যেসব কার্টুন দেখানো হতো, আমি সেগুলোর ভীষণ ভক্ত ছিলাম।In una recente intervista con NATOchannel.tv, il regista ha dichiarato di aver prodotto ‘Buz-e-Chini' per trasmettere un ‘messaggio di pace' e impedire ai talebani di ‘cancellare la cultura afgana'.
14টিভিতে পছন্দের কার্টুন দেখার জন্য আমি প্রায় স্কুল থেকে পালিয়ে যেতাম।
15এজন্য কিছু কিছু সময়ে বেতের বাড়িও খেয়েছি।‘Buz-e-Chini' circolò dapprima illegalmente su DVD e videocassette.
16এই আগ্রহ-ই আমাকে ছবি আঁকার দিকে নিয়ে যায়।Una delle prime proiezioni autorizzate del film fu organizzata in una grotta a Bamiyan.
17পরে আমি ছবি আঁকার স্কুলে (গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউড) ভর্তি হই।Bambini di Bamiyan guardano 'Buz-e-Chini' in una grotta.
18‘বাজ-ই-চিনি': অফিসিয়াল সিনেমা পোস্টারFoto di Tahira Bakhshi (Republic of Silence).
19সম্প্রতি ন্যাটোচ্যানেল.Uso autorizzato.
20টিভির সাথে একটি সাক্ষাত্কারে পরিচালক বলেন, ‌'শান্তির বাণী' পৌঁছে দিতে এবং তালেবানদের ‘আফগান সংস্কৃতি মুছে' ফেলার অপচেষ্টা রোধ করতেই ‘বাজ-ই-চিনি' সিনেমা বানানো হয়েছে।
21‘বাজ-ই-চিনি' প্রথমে অবৈধ ভাবে ডিভিডি এবং ভিডিও ক্যাসেটে পাওয়া যেত।Ali Karimi scrive [fa] su The Republic of Silence [fa]:
22বাময়ানের একটি গুহায় সর্বপ্রথম এর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।Questo film, ‘Buz-e-Chini,' dimostra che gli artisti afgani sono ora in grado di divertire i bambini con cartoni animati afgani.
23বামিয়ানের বাচ্চারা একটি পর্বতের গুহায় স্ক্রিনে ‘বাজ-ই-চিনি' দেখছে। তাহিরা বকশি'র (রিপাবলিক অব সাইলেন্স) ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Senza dubbio, dopo aver guardato per anni l'americano ‘Tom and Jerry', la visione di ‘Buz-e-Chini', prodotto a Bamiyan, sarà un'esperienza divertente e indimenticabile per questi bambini.
24দ্য রিপাবলিক অব সাইলেন্সে আলি কিরিমি [ফারসি ভাষায়] লিখেছেন:Mohammad Amin Wahidi, blogger e fondatore di ‘Deedenow Cinema Production Afghanistan' scrive [en]:
25‘বাজ-ই-চিনি' সিনেমা দেখিয়ে দিল, আফগানিস্তানের শিল্পীরা দেশের কার্টুন দিয়েই বাচ্চাদের আনন্দ দিতে পারে।Nonostante fin dal 2004 si siano prodotti corti d'animazione in Afghanistan, la qualità e lo stile grafico di “Buz e Chini” sono stati paragonati a quelli dei prodotti della Pixar…
26কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলে দেয়া যায়, আমেরিকার ‘টম অ্যান্ড জেরি' দেখার পরেও বামিয়ান প্রদেশের তৈরি ‘বাজ- ই-চিনি' দেখে দারুণ আনন্দ পাবে।
27এই মজার অভিজ্ঞতা তারা কখনোই ভুলবে না।Alessandro Pavone, videogiornalista con base in Afghanistan, commenta su Twitter:
28মুহম্মদ আমিন ওয়াহিদি নামের একজন ব্লগার এবং ‘ডিডিনাও সিনেমা প্রডাকশন আফগানিস্তান'-এর প্রতিষ্ঠাতা লিখেছেন:
29২০০৪ সালেও আফগানিস্তানে অ্যানিমেটর ছিলেন, যারা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন তৈরি করতেন, যদিও ‘বাজ-ই-চিনি'র মান এবং গ্রাফিক্স স্টাইল পিক্সারের পণ্যগুলোর সাথে তুলনা করা যায়।
30আলেসজান্দ্রো পাভন নামের আফগানিস্তান ভিত্তিক একজন ভিডিও সাংবাদিক তার টুইটারে সিনেমা নিয়ে মন্তব্য করেছেন:
31এটা কি #পিক্সারের নতুন সিনেমা?È questo il nuovo film della #Pixar?
32না, এটা আফগানিস্তানের প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা #‘বাজ-ই-চিনি'
33‘বাজ-ই-চিনি' সিনেমাটি ইউটিউবে আপলোড করা হয়েছে।No, è il primo film d'animazione 3D afgano!
34সেখানে অনেক মন্তব্য এসেছে।“ #Buz-e-Chini”
35ইফতেখারচানগেজি বলেন:E su YouTube, Eftakharchangezi commenta così:
36দারুণ গ্রাফিক্স- এটি হলিউডি থ্রিডি সিনেমার মতো পেশাদারভাবেই করা হয়েছে।Grafica incredibile - Dimostra la stessa professionalità di un film 3D di Hollywood.
37এ ধরনের পেশাদারি কাজের জন্য ধন্যবাদ।Grazie per aver creato un prodotto di così alto livello.
38এ ধরনের আরো পেশাদারি কাজ দেখার আশায় রইলাম।Non vedo l'ora di vedere altri lavori di questo calibro…