Sentence alignment for gv-ben-20090812-5009.xml (html) - gv-ita-20090810-6944.xml (html)

#benita
1ডোমিনিকান রিপাবলিক: ডাক্তারদের ধর্মঘটRepubblica Dominicana: aspro il dibattito sullo sciopero della sanità pubblica
2যে সমস্ত ডাক্তার ডোমিনিকান রিপাবলিক সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা প্রদান করেন, তারা প্রায় এক সপ্তাহ ধরে ধর্মঘটে রয়েছেন।I medici che prestano servizio negli ospedali pubblici della Repubblica Dominicana sono in sciopero da quasi una settimana: chiedono un aumento di stipendio, più volte rifiutato dal governo con la giustificazione della difficile congiuntura economica.
3বেতন বৃদ্ধির দাবীতে তাদের এই ধর্মঘট। বিশ্ব অর্থনৈতিক মন্দার অজুহাতে সরকার বিভিন্ন সময় এই দাবী বাতিল করে দিয়েছে।Sebbene alcuni dominicani ritengano tale pretesa legittima, secondo altri i medici dei servizi sanitari pubblica dovrebbero essere ritenuti responsabili per i danni alle famiglie più povere causati dalle loro proteste e per la necessità di migliorare la qualità dei servizi.
4এমনকি, যদিও অনেক ডোমিনিকানের মতে তাদের এই দাবী ন্যায্য বলে মনে হচ্ছে, তবে অন্য মতের লোকও রয়েছে, যারা বিশ্বাস করেন, যে সমস্ত ডাক্তার দেশের স্বাস্থ্য সেবা পরিচালনা করেন তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, কারণ তাদের প্রতিবাদের কৌশল দেশের নিম্ন আয়ের মানুষদের উপর প্রভাব ফেলছে।
5তারা যে সেবা দেয় তার মানের উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে।
6ডোমিনিকার মেডিকেল এসোসিয়েশন [স্প্যানিশ ভাষায়] (স্প্যানিশ ভাষায় তার আদ্যাক্ষর নিয়ে লেখা হয় সিএমডি) নামের সংগঠন সারা দেশের চিকিৎসকদের এক করেছে, তার দেশটিরজনস্বাস্থ্য বিভাগের সচিবের[স্প্যানিশ ভাষায়] অধীনে কাজ করে।L'Associazione dei medici dominicani [sp] (CMD, Colegio Médico Dominicano) raccoglie i professionisti sanitari di tutto il Paese, i quali rispondono alla Segreteria di Stato della Sanità [sp]. Il CMD, diventato associazione nel 1941, nei suoi oltre 100 anni di storia è spesso ricorso a scioperi di durata piuttosto lunga, principalmente per rivendicazioni salariali.
7এই সংস্থাটি ১৯৪১ সালে এক সমাজ কল্যাণ সংঘে পরিণত হয়। সংস্থাটি একশ বছরের বেশী সময় ধরে টিকে আছে।L'ultima di queste iniziative pare essere giunta a un punto morto, come spiega Joan Guerrero di Duarte 101 [sp]:
8এই সময়ের মধ্য সিএমডি প্রায়শ:ই ধারাবাহিক ভাবে লম্বা সময় ধরে কাজ বন্ধ করার এক সাধারণ চরিত্র তৈরি করেছে, যার বেশীরভাগ কারণই ছিল বেতন সংক্রান্ত।Mentre emergono nuovi casi di cattiva amministrazione da parte dei responsabili statali, i medici e il personale sanitario continuano a incrociare le braccia poiché il Segretario della Sanità ha dichiarato che “non ci sono soldi per concedere aumenti”.
9সম্প্রতি তারা যে কাজ বন্ধ করে দেয় তা এখনো চলছে। জোয়ান গুয়েরেরো তার ডুয়ারর্তে ১০১ ব্লগে এই সম্বন্ধে বর্ণনা করছেন [ স্প্যানিশ ভাষায়] :La parte curiosa della vicenda è che queste richieste vanno avanti da oltre due anni e il CMD ha usato a ogni mezzo a propria disposizione.
10যখন প্রচার মাধ্যমে সরকারি অফিসের বিশৃঙ্খলার কথা আরো বিস্তারিত ভাবে প্রকাশ পেয়েছে, তখন ডাক্তার ও স্বাস্থ্য দপ্তরের অবশিষ্ট কর্মচারীরা নিজেদের অবস্থানে অটল রয়েছে।
11কারণ স্বাস্থ্য সচিব তার মুখ খুলেছেন এবং বলেছেন << বেতন বাড়ানোর জন্য কোন টাকা নেই>> এই গল্পের সবচেয়ে কৌতূহলজনক অংশটি হল যে তারা দুই বছর যাবত তাদের বেতন বাড়ানোর কথা বলে আসছে এবং এই অনুরোধ যাতে পালন করা হয় তার জন্য তারা সব কিছু করেছে। ডাক্তা
12ররা তাদের দাবীতে অটল।Eppure restano ancora con le braccia incrociate.
13এখানে অন্যতম এক যুক্তি উপস্থাপন করা হচ্ছে, তা হল ডাক্তাররা তাদের বেতন সংসদ সদস্য, প্রতিনিধি এবং অন্য সব সরকারি কর্মচারীদের বেতনের সাথে তুলনা করেছে। প্রতি মাসে এইসব কর্মচারীদের বেতন প্রায়শ:ই ৯০,০০০ পেসো (প্রায় ২,৫০০ আমেরিকান ডলারের সমান) পার হয়ে যায়।Una delle questioni riguarda il fatto che i medici paragonano i propri stipendi con quelli di senatori, parlamentari e altre figure istituzionali, spesso superiori ai 90.000 pesos (pressappoco 2.500 dollari) mensili, mentre il direttore di un ospedale pubblico ne percepisce circa 30.000 (833 dollari) al mese.
14এর তুলনায় একটি সরকারি হাসপাতালের ডাক্তার প্রতি মাসে প্রায় ৩০,০০০ ডলার আয় করেন (প্রায় ৮৩৩ আমেরিকান ডলার)। তবে বেতনের তুলনা সবাই করছে না।Però non tutti condividono tale paragone, e il blogger Paolah di Ahi é Que Prende scrive che anche altre categorie professionali lamentano basse retribuzioni, senza però ricorrere a questo tipo di proteste [sp].
15যেমন, আহি এ কুয়ে প্রেন্ডে [স্প্যানিশ ভাষায়] পাওলাহ, তিনি লিখছেন যে অন্য অনেক পেশা রয়েছে, যারা অনুভব করে তাদের অনেক কম বেতন দেওয়া, কিন্তু তারা এই ধরনের প্রতিবাদী কৌশল অবলম্বন করে না।Inoltre alcuni pazienti si chiedono se non siano loro a dover protestare, dal momento che apparentemente certi medici non completerebbero i propri turni di lavoro. Ci sono state lamentele per la loro mancata presenza in ufficio poiché devono seguire anche una o due pratiche private.
16তবে অনেক রোগী বিস্মিত। তারা কিছু ডাক্তারের কর্মকাণ্ডের প্রতিবাদ করবেন যারা তাদের নির্দিষ্ট কাজের সময় সূচী পালন করে না।Questo è uno dei motivi per cui i medici statali non godono del pieno appoggio dei cittadini e il governo ha negato loro l'aumento.
17রোগীরা অভিযোগ করেন সকল ডাক্তার তাদের অফিসে থাকেন না কারণ, তাদের একটি দু'টি নিজস্ব চেম্বার থাকে যেখানে তারা ব্যক্তিগত ভাবে রোগী দেখেন।Un altro aspetto che lascia perplessa l'opinione pubblica è la figura di Waldo Ariel Suero, rappresentante dell'associazione e da molti considerato eccessivamente aggressivo.
18এটি অন্যতম এক কারণ যার ফলে সরকারি ডাক্তাররা জনতার পূর্ণ সমর্থন পাচ্ছেন না এবং এই কারণেই রাষ্ট্রের কর্মকর্তারা তাদের বেতন বৃদ্ধির দাবি বাতিল করে দিয়েছে।
19যে আরেকটি কারণে তারা সাধারণ জনতার পুরোপুরি সমর্থন লাভ করতে পারছেন না তার নাম ওয়াল্ডো এরিয়েল সুয়েরো, যিনি এই সম্প্রদায়ের প্রতিনিধি এবং অনেকের বিবেচনায় অনেক বেশী যুদ্ধাংদেহী মনোভাবের একজন মানুষ।
20তিনি এই সমস্যার সাথে দশ বছর ধরে যুক্ত রয়েছেন এবং বেশ কিছু সাফল্য অর্জন করেছেন।È coinvolto in questa battaglia da oltre dieci anni, durante i quali ha riportato alcune vittorie.
21দি ডিয়ারোও ডোমিনিকান [স্প্যানিশ ভাষায়] সুয়েরোকে এভাবে বর্ণনা করছেন:Il Diario Dominicano descrive così Suero [sp]:
22যখন থেকে ডাক্তার ওয়াল্ডো এরিয়েল সুয়েরো ডোমিনিকান মেডিকেল এসোসিয়েশনের সভাপতির পদ অর্জন করেছেন, তখন থেকে তিনি তার বেপরোয়া ও অনমনীয় মনোভাব প্রদর্শন করে যাচ্ছেন যার ফলে তা তাকে জনসাধারণের কাছে জেদী, একরোখা, গোঁয়ার এবং অপ্রাপ্ত মানসিকতার লোক হিসেবে উপস্থাপন করছে।Da quando ha assunto la presidenza del CMD, il dottor Waldo Ariel Suero si è dimostrato temerario e precipitoso, apparendo agli occhi della gente come una persona ostinata, cocciuta, ossessiva, immatura e senza quel “senso di opportunità” indispensabile per chiunque diriga o gestisca un ente con la storia e la tradizione dell'associazione dei medici professionisti.
23তিনি পরিস্থিতি বুঝতে অক্ষম এবং তিনি তাই করতে দৃঢ়প্রতিজ্ঞ যাকে বলে “সুযোগ সন্ধানী”। এই প্রতিষ্ঠান এমন একজন পরিচালনা করবে যারা ইতিহাস ও ঐতিহ্যের দ্বারা একদল পেশাদার চিকিৎসক।Da aprile 2008 i medici hanno partecipato a oltre 50 scioperi, con ripercussioni immediate sulla popolazione e specialmente sulle famiglie più povere, prive delle disponibilità finanziarie necessarie per rivolgersi a cliniche private.
24এপ্রিল ২০০৮ এর পর থেকে ডাক্তাররা ৫০ বারেরও বেশী ধর্মঘট ডেকেছিল এবং কাজ বন্ধ করে রেখেছিল।Il personale in sciopero ha ricevuto pesante critiche ed è spesso stato incolpato, a torto o a ragione, per alcuni decessi ospedalieri.
25যা জনসাধারণের উপর বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের উপর সরাসরি প্রভাব ফেলেছিল।
26তাদের প্রাইভেট ক্লিনিকে যাবার মতো আর্থিক অবস্থা নেই। ধর্মঘট করা ডাক্তারের এখন সমালোচনার শিকার হচ্ছে এবং হাসপাতালে মানুষ মারা যাবার জন্য তাদের দায়ী করা হচ্ছে।Per esempio un giovane, colpito in una sparatoria durante un furto, è morto nell'ospedale Francisco Moscoso Puello, e la madre ha sfogato la propria frustrazione lanciando sassi contro i medici, in sciopero da oltre sei giorni.
27ব্যাপারটি ঠিক হোক বা না হোক, একটা উদাহরণ দিচ্ছি - এক তরুণ, ফ্রান্সিসকো মস্কোসো পুয়েলো হাসপাতালে মারা যায়। এক দোকানে ডাকাতির সময় উভয় পক্ষের গোলাগুলির মাঝে তার দেহে গুলি লাগে।Commentando il relativo articolo su El Caribe [sp], Lía ne condivide il gesto e aggiunge: “Tutti coloro che vanno in quell'ospedale dovrebbero imitarla, prenderli a sassate così che fuggano per la loro indolenza”.
28তার মা পুত্রের এই মৃত্যু নিয়ে তার যে হতাশা তা ডাক্তারদের উপর ঝাড়েন, তাদের উপর পাথর নিক্ষেপ করে, কারণ ছয় দিন ধরে ডাক্তাররা ধর্মঘটে ছিল।
29লিয়া একমত, যখন তিনি এল কারিবে [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার উপর মন্তব্য করেন এবং লেখেন, “যে সমস্ত লোক হাসপাতালে যাবে তারা এই একই কাজ করবে।
30তাদের উপর পাথর ছুড়ে মারা হোক, যাতে তারা অলস বসে না থেকে পালিয়ে যায়”।
31পেদ্রো এই আলোচনায় যোগ দিয়েছেন এবং ডাক্তারদের সমালোচনা করেছেন:Anche Pedro si è unito alla discussione criticando i medici:
32এটি এরিয়েল সুয়োরো ও স্বাস্থ্য (বিভাগের) ব্যবসার ফলাফল।Questo è il risultato della gestione di Ariel Suero e della Segreteria della Sanità.
33লোকজন মূর্খ নয়।La gente non è stupida.
34মনে রাখতে হবে এই সমস্ত ডাক্তারদের অনেকে তাদের পড়া শেষ করেছে এইউএএসডি (অটোনোমাস ইউনির্ভাসিটি অফ সানতো ডোমিনঙ্গোর) বিশ্ববিদ্যালয়ে, বিনে পয়সায় এবং এখন তারা রাজার মতো জীবন যাপন করতে চায় আর নিজেদের পশ্চাৎ দেশ গরীবদের দিকে রেখে দেয়।Si ricordi che la gran parte di questi medici hanno studiato praticamente a costo zero alla UASD (Università autonoma di Santo Domingo) e ora pretendono di vivere da re, voltando le spalle alla povera gente.
35এরিয়েল সুয়োরো এই মৃত্যুর জন্য দায়ী।Ariel Suero è responsabile di questa morte.
36প্রতিবাদ চলছে এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যখন সিএমডি প্রধান শ্রম অধিদপ্তর দখল করে ফলে। পরে সেখান থেকে ডাক্তার ও নার্সদের জোর করে সরিয়ে ফেলা হয়।Le proteste sono proseguite, e quando il CMD ha occupato la sede del Dipartimento del Lavoro si sono verificati alcuni incidenti, con dottori e infermieri trascinati via a forza.
37এছাড়াও ডাক্তাররা পুর্য়েতে প্লাতার সান ফিলিপে ক্যাথিড্রালের সামনে আমরণ অনশন শুরু করে, যার কারণে যাজক প্রধান নিকোলাস ডে জেসাস লোপেজ রড্ররিগুয়েজ হতাশ।I medici hanno poi hanno indetto uno sciopero della fame nella Cattedrale di San Felipe di Puerto Plata [sp], tra lo sgomento del cardinale Nicolás de Jesús López Rodriguez.
38এই ধরনের প্রতিবাদের কৌশল বাহির থেকে দেখলে যে কেউ বিভ্রান্ত হতে পারে।Queste strategie lasciano perplesso chi osserva dall'esterno la vicenda.
39আহি এ কুয়ে প্রেন্ডে[স্প্যানিশ ভাষায়] পাওলাহ বিস্মিত যে সিএমডি কি কোন চিকিৎসকদের সংগঠন নাকি তা এক সিন্ডিকেট?Sempre Paolah di Ahi é Que Prende si domanda se il CMD sia una “associazione medica o un sindacato” [sp] e cosa accadrebbe se ogni categoria professionale insoddisfatta del proprio stipendio sospendesse l'attività.
40ভদ্রমহিলা বিস্মিত এই ভেবে যে, যদি সকল পেশার লোক তাদের বেতন নিয়ে হতাশ হয় এবং কাজ করা বন্ধ করে দেয়, তখন কি হবে?Non manca tuttavia chi incolpa il governo per l'attuale situazione. Il commento di Gustavo all'articolo di El Caribe [sp] esprime il sentimento di molti:
41তবে অনেকে রয়েছে যারা এই বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে। গুস্তাভো এল কারিবোর ঘটনা [স্প্যানিশ ভাষায়] মন্তব্য বিভাগের অনেক আবেগপূর্ণ মন্তব্যের সারাংশ তৈরি করেছেন।Vorrei sapere se questi medici vadano ritenuti responsabili della morte di questo ragazzo e forse anche di altro, se essi o il governo debbano finire in prigione per abusi contro l'umanità, tutto ciò è vergognoso e disgustoso, basta.
42আমি জানতে চাই, এই ছেলেটির মৃত্যুর জন্য ওই সমস্ত ডাক্তাররা দায়ী নাকি তার চেয়েও বেশি, এর জন্য সরকার অথবা ডাক্তার দায়ী, মানবতা বিরোধী এই অপকর্মে কে জেলে যাবে, ব্যাপারটি রীতিমত অস্বীতিকর ও বিরক্তিকর, যথেষ্ট হয়েছে।