# | ben | ita |
---|
1 | গ্রিস: এথেন্স স্কয়ারে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ আত্মাহুতি দিলেন | Grecia: suicidio in piazza Syntagma |
2 | এই পোস্ট আমাদের ইউরোপ সমস্যার বিশেষ কভারেজের অংশ সেদিন সকালে ঘুম থেকে উঠেই গ্রিসের মানুষ ৭৭ বছর বয়সী দিমিত্রিস ক্রিস্টোলাসে আত্মহুতির হৃদয়বিদারক খবরটি শুনলেন। | Ieri mattina la Grecia è stata scossa dalla notizia del suicidio in piazza Syntagma di uomo di 77 anni, Dimitris Christoulas, il quale intorno alle 9 si è sparato [en] alla testa. |
3 | সংসদ ভবন পার করে এথেন্সের সিনট্যাগমা স্কয়ারে সকাল ৯টার দিকে নিজের মাথায় গুলি করার দৃশ্যটি পথচারীরা দেখেন। | L'uomo era un farmacista in pensione, che aveva venduto la sua farmacia nel 1994 e che prima di uccidersi avrebbe più volte gridato di non voler lasciare debiti ai suoi figli. |
4 | প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট ছিলেন। ১৯৯৪ সালে তার ঔষধের দোকান বিক্রি করে দেন। | Diffusasi la notizia, è stato creato un evento su Facebook [en] con l'invito di trovarsi in serata in piazza Syntagma: “Tutti a Syntagma. |
5 | গুলি করার আগে তিনি চিৎকার করে বলেন, তিনি “তার সন্তানের জন্য কোনো ঋণ রেখে যেতে চান না”। | Non abituiamoci alla morte”. Asteris Masouras, autore di Global Voices, ha creato un pezzo su Storify [en] raccogliendo vari materiali online sull'evento. |
6 | একটি ফেসবুক অনুষ্ঠানে আজ বিকেলে সিনট্যাগমা স্কয়ারে সবাইকে জড়ো হওয়ার আহবান জানানো হয়েছে। “সবাই সিনট্যাগমায়। | In particolare Twitter è stato l'ambito dove reazioni e commenti si sono succeduti in maniera costante nell'arco dell'intera giornata. |
7 | মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।” | Poster dell'evento su Facebook. |
8 | এই ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেসব প্রতিবেদন এবং পোস্ট এসেছে, গ্লোবাল ভয়েসের লেখক অ্যাস্টেরিস মাসুউরাস সেগুলোর একটি সংকলন তৈরি করেছেন। | |
9 | আজ সন্ধ্যায় সিনট্যাগমা স্কোয়ারে অনুষ্ঠিত ফেসবুক অনুষ্ঠান থেকে পোস্টারটি নেয়া হয়েছে। | |
10 | পড়ুন:এটা কোনো আত্মহত্যা ছিল না। | "Non è stato un suicidio. |
11 | এটা খুন। | Si tratta di omicidio. |
12 | মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।” | Non abituiamoci alla morte". |
13 | হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে সারাদিনই গ্রিসের টুইটারে নানা ধরনের মন্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া এসেছে: | @YanniKouts: Il suicidio di un uomo di 77 anni questa mattina a Syntagma ha scioccato la #Greece [en]. |
14 | @ইয়ানকিকোটস: আজ সকালে সিনট্যাগমা স্কয়ারে ৭৭ বছর বয়সী বৃদ্ধ মানুষটির আত্মাহুতির ঘটনা মর্মান্তিক #গ্রিস। | “E' l'unico modo per fare una fine degna, non posso rovistare tra la spazzatura per mangiare”. |
15 | “এটা সম্মানের সাথে শেষ করার একটা মাত্রই রাস্তা আছে, আমি আবর্জনা থেকে খেতে পারবো না।” | Arkoudos fa un augurio a tutti quelli che pur tra mille difficoltà sono ancora vivi: |
16 | টুইটার ব্যবহারকারী আরকোদুস ইভেন্টের পেছনে যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন: | @arkoudos: Vorrei che non ci avessi lasciato. |
17 | @আরকোদুস: আমি বিশ্বাস করি, আপনারা কেউই ছেড়ে যাবেন না। | Vorrei che fossi rimasto per lottare. |
18 | সবাই থাকবেন, লড়াই করবেন। | Dirò di più. |
19 | আমি আরো বিশ্বাস করি, আপনারা কেউই লজ্জা পাবেন না। | Vorrei che tu non avessi provato vergogna. |
20 | আমি মনে করি, আমরা সবাই প্রথমেই লজ্জিত হবো। | Vorrei che noi fossimo stati i primi a provare vergogna. |
21 | টুইটার ব্যবহারকারী ম্যাজিকা এই বিতর্কিত বিষয় নিয়ে দুই দিকের লজ্জার উপরই জোর দিয়েছেন: | Magica mette in evidenza le opinioni prevalenti e contrastanti seguite al tragico evento: |
22 | @ম্যাজিকাসল্যান্ড: এটা রাষ্ট্রের লজ্জা, রাষ্ট্র তার জনগণের কী করছে! আবার এটা আত্মহত্যা করারও লজ্জা, যখন নাজি দখলদারিত্বের সময় [দ্বিতীয় বিশ্ব যুদ্ধ] জনগণ কেমন করে বেঁচে ছিল। | @magicasland: È una vergogna quello che il Paese sta facendo al suo popolo, ma è anche una vergogna suicidarsi dopo che tutte queste persone sono sopravvissute all'occupazione nazista. |
23 | সিনট্যাগমা স্কয়ার, এথেন্স, গ্রিস। ছবি ইয়াননিকোটস এর ফ্লিকার থেকে নেয়া (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. | Il dibattito online ha assunto ben presto caratteri politici, al di là delle emozioni suscitate da questo dramma umano. |
24 | ০)। এ ঘটনার মানবিক দিক উপেক্ষা করে অনলাইনের বিতর্ক চলে গেছে রাজনীতির দিকে। | Il giornalista Aris Chatzistefanou traccia un parallelo tra questa vicenda e il noto suicidio di un venditore ambulante a Bouazidi (Tunisia) del dicembre 2010: |
25 | সাংবাদিক আরিস চ্যাটজিসটিফানাও তিউনিসিয়ার [ইংরেজি ভাষায়] বুয়াডিজির আত্মহত্যার সাথে তুলনা করেছেন। | Piazza Syntagma, Atene, Grecia. Foto di YanniKouts su Flickr (CC BY-NC-SA 2.0). |
26 | @এক্সটিফানাও: গ্রিসেরও একজন বুয়াডিজি আছে। | @xstefanou: Ora la Grecia ha la sua Bouazidi. |
27 | এটা প্রমাণ করে, তারা যদি পিএএসওকে-এনডি-এলএওএস (গত দুই দশক ধরে পিএএসওকে এবং এনডি গ্রিসের প্রধান দুই রাজনৈতিক দল। | Doveva comprovare che la sua gente fosse degna quanto quella tunisina o egiziana, invece di avere “semplici” elettori del PASOK-ND-LAOS. |
28 | আর এলএওএস হলো ডানপন্থী রাজনৈতিক দল)-এর শুধুমাত্র ভোটার না হয়ে তিউনিসিয়া এবং মিশরের মতো মূল্যবান হতো। | [PASOK e ND sono stati i maggiori partiti politici greci negli ultimi venti anni, LAOS è uno dei principali partiti di destra] |
29 | ঈলিকাস ন্যায়বিচার খুঁজেছেন: | Elikas, invece, chiede giustiza: |
30 | @ঈলিকাস: কিছু সময়ে এইসব আত্মহত্যা নিয়ে আদালতে যাওয়া দরকার। | @Elikas: Arriverà il giorno in cui i complici si troveranno davanti alla corte per questi suicidi. |
31 | [এই আত্মহত্যা গুলো] এগুলো এক প্রকার খুন। | Queste morti sono di fatto degli omicidi. |
32 | সারা ফিথ গ্রিসের পুনরুদ্ধারের ইউরোপীয়ও পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন: | Sara Firth critica il piano di salvataggio europeo pensato ed attuato in Grecia dall'UE: |
33 | @সারাফিথ_আরটি: ইউরোপ [সিক] গ্রিসের [অর্থনীতির বেহাল দশা থেকে] উদ্ধারের যে পদ্ধতি নিয়েছে, সত্যি বলতে তা গ্রিসের জনগণকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। | @SaraFirth_RT: i metodi adottati dall'UE per “salvare la Grecia” stanno letteralmente ammazzando i greci. Il suicidio di Syntagma non sarebbe mai dovuto accadere. |
34 | সিনট্যাগমার আত্মহত্যা কখনোই ঘটতো না। | #Greece |
35 | এথেন্স নিউজ জানিয়েছে, আত্মহত্যাকারীর একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি গ্রিসের বর্তমান শাসক দলকে যুদ্ধকালীন মিত্র সরকারের সাথে তুলনা করেছেন। | Athens News parla di una lettera scritta dal pensionato suicida in cui avrebbe paragonato l'attuale governo greco ai collaborazionisti durante la II Guerra mondiale: |
36 | টল্কোগলিউ সরকার আমার বেঁচে থাকার সব ধরনের রাস্তা ধ্বংস করে দিয়েছিল। | Il governo di Tsolakoglou ha cancellato ogni speranza per la mia sopravvivenza. |
37 | আমি যেহেতু ন্যায় বিচার পাই নি, তাই ভাগাড়ে গিয়ে বেঁচে থাকার খাদ্য খোঁজার আগেই প্রতিক্রিয়া হিসেবে নিজেকে শেষ করার এর চেয়ে কোনো ভদ্রোচিত উপায় পেলাম না। | E dato che non avrò mai giustizia, non trovo altri mezzi per reagire se non quello di porre una fine degna alla mia vita, prima che inizi a rovistare tra la spazzatura [per trovare qualcosa da mangiare]. |
38 | জর্জিও টল্কোগলিউ গ্রিসের সেনা অফিসার ছিলেন। পরে ১৯৪১-১৯৪২ সালে অক্ষ শক্তির অপারেশনের সময় গ্রিসের মিত্র সরকারের প্রথম প্রধানমন্ত্রী হন। | Georgios Tsolakoglou era un militare greco divenuto poi Primo Ministro del governo collaborazionista durante l'occupazione da parte dei Paese dell'Asse tra il 1941 e il 1942. |
39 | যুদ্ধকালীন সরকার এবং বর্তমানের লুকাস পাপাদেমোস সরকারের মধ্যেকার তুলনা হিসেবে এর উল্লেখ এসেছে। | Il riferimento è stato visto come un'ovvia comparazione tra il governo in carica durante il periodo bellico e l'attuale esecutivo guidato da Lucas Papademos. |
40 | গত গ্রীষ্মে এথেন্সের মেয়র জর্জিও কামিনিসের সিনট্যাগমা স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের জোর করে উচ্ছেদ করার সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছেন পেনেলোপডি১০। | PenelopeD10 ironizza sulla decisione del sindaco di Atene, Giorgos Kaminis, il quale la scorsa estate aveva impedito di sistemare delle tende di protesta nella piazza Syntagma perchè avrebbero dato una brutta immagine della città ai turisti e scrive: |
41 | কেন না, এটা পর্যটকদের কাছে এথেন্সের বাজে ইমেজকে তুলে ধরেছে। পরিহাসচ্ছলে তিনি বলেছেন: | @PenelopeD10: Spero che Kaminis non emetta un altro decreto che vieti i suicidi nel centro della città perchè essi nuociono al turismo… |
42 | @পেনোলোপডি১০: আমি ভাবতে চাই না, কামিনিস এরকম একটা আদেশ জারি করেছেন, “[এথেন্স সিটি] সেন্টারে আত্মহত্যা নিষিদ্ধ। কারণ এটা পর্যটনের জন্য খারাপ।” … | In molti accusano coloro che hanno tentato di strumentalizzare l'episodio a fini politici, utilizzando la morte di un singolo per fini politici o personali: |
43 | অনেক মানুষ অভিযোগ করেছেন, একজন সাধারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনৈতিক স্বার্থে অথবা নিজের সুবিধামতো ব্যবহারের চেষ্টা চলছে: @ডায়ানালিজিয়া: লজ্জাকর! | @dianalizia: Senza vergogna! karatzaferis usa il suicidio di un uomo per criticare la corruzione dei politici e del sistema di cui fa parte anche lui! |
44 | একজন মানুষ যিনি আজ সকালে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং সিস্টেমের প্রতিবাদ করে আত্মহুতি দিলেন, সুবিধাবাদীরা তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। | |
45 | @মাইন্ডস্ট্রিপার: সাংবাদিকরা বিজয়ী, রাজনীতিবিদরা তোতাপাখি, আর আমরা একের অধিক জাতীয় নির্বাচনের দেশটাকে “দগ্ধ” করে দিই। | @mindstripper: I giornalisti trionfano, i politici fanno i pappagalli e noi “bruceremo” questo Paese un'altra volta con le elezioni nazionali. |
46 | বিদায় এই মানুষ। | Addio a quest'uomo. |
47 | এই হৃদয়বিদারক ঘটনার রাজনৈতিক ব্যাখ্যার বাইরে টুইটার ব্যবহারকারী সার্ক০১ মানুষের বেঁচে একটি সরল সত্য তুলে এনেছেন: | Al di là di ogni interpretazione politica o della strumentalizzazione di questo tragico incidente, Serk01 mette in luce la semplice verità dell'esistenza umana: |
48 | @সার্ক০১: এক ধাপ পেছনে যান এবং ভাবুন একজন মানুষ কেন আত্মহত্যা করতে মনস্থ করে। | @serk01: Facciamo un passo indietro e pensiamo a cosa significa che un essere umano ha deciso di suicidarsi. |