Sentence alignment for gv-ben-20110523-17563.xml (html) - gv-ita-20110526-39971.xml (html)

#benita
1ইরানঃ সমকামিতা ভীতির বিরুদ্ধে “আমরা রয়েছি সবখানে” নামক প্রচারণাIran: “Siamo dappertutto”, campagna contro l'omofobia
2আরসাম পারসি ইরানী সমকামী সংগঠন (ইরানিয়ান কোয়ার অর্গানাইজেশনের) প্রতিষ্ঠাতা এবং পরিচালক। যার অফিস কানাডার টরেন্টোতে অবস্থিত।Arsham Parsi è il fondatore e direttore dell' Iranian Queer Organization [en, come gli altri link eccetto ove diversamente indicato] con base a Toronto, Canada.
3২০০৮ সালে তিনি গ্লোবাল ভয়েসেসকে বলেছিলেন, “ইন্টারনেট আমাদের জন্য এক উপহার হয়ে এসেছে”।Nel 2008 ha dichiarato a Global Voices: “Internet per noi è stato un dono”.
4এ বছরের ১৭ মে তারিখটি ছিল আন্তর্জাতিক সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস । বেশ কয়েকজন ইরানী নাগরিক আরো একবার তাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য এই উপহারটি ব্যবহার করেছে, “আমরা রয়েছি সবখানে” নামক প্রচারণা শুরুর মাধ্যমে, এটি ইউটিউব, ফেসবুক এবং ব্লগে সমকামিতার প্রতি ঘৃণার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে।Quest'anno, il 17 maggio, Giornata Internazionale contro l'Omofobia e la Transfobia, molti iraniani hanno usato un'altra volta questo “dono” per far sentire le loro voci dando il via a una campagna chiamata “We are everywhere” [Siamo dappertutto] attraverso YouTube, Facebook e nei blog di tutto il mondo contro l'omofobia.
5ইরানে সমকামিতা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ।In Iran, l'omosessualità è punibile con la morte.
6ইরানের ব্লগার পেসার (ফার্সী ভাষায় যার অর্থ ‘বালক') লিখেছে [ ফার্সী ভাষায়]:Il blogger iraniano Pesar (“ragazzo”, in persiano) scrive [fa]:
7আজ আন্তর্জাতিক সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস।Oggi è la giornata internazionale contro l'omofobia.
8আমি খুব খুশি যে আজকের দিনে অনেক ব্লগার লেখা পোস্ট করছে এবং তাদের ব্লগে নতুন লেখা লিখছে।Sono felice di vedere che molti blogger hanno pubblicato post e aggiornato i loro siti oggi.
9আমি আশা করি যে একদিন মূলধারার প্রচার মাধ্যম এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে এবং কেবল তা সাইবার জগতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।Spero che un giorno questo genere di discussioni trovi posto nei principali media, e non sia confinata al mondo cyber.
10আমি আশা করি যে একদিন যখন আমি বলব যে আমি একজন পুরুষ সমকামী, তখন আমাকে একজন পাপী হিসাবে অভিযুক্ত করা হবে না, কিংবা আমার প্রতি খারাপ ব্যবহার করা হবে না।Spero che un giorno, quando dirò di essere gay, nessuno mi accuserà di essere un peccatore né mi maltratti.
11আমরা রয়েছি সবখানেWe Are Everywhere
12ফেসবুকে বেশ কয়েকজন ইরানী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সমকামী এবং তারা তাদের মুখ লুকাইনি।Su Facebook molti iraniani hanno apertamente dichiarato la propria omosessualità senza nascondere il proprio viso.
13আরেকটি ভিডিও-তে সোকফো নামের এক মহিলা সমকামী বলছে [ফার্সী ভাষায়]:In un altro video, Shokoofe, lesbica, dice [fa]:
14আমার এই সমকামী অভিজ্ঞতা প্রেমে পড়ার মাধ্যমে লাভ করি এবং আমি বিশ্বাস করি এই বিশ্বে সকলেই তা অনুভব করতে পারে।La mia esperienza queer iniziò con l'innamoramento, e credo che chiunque possa provare una cosa simile in questo mondo.
15সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল আমার চারপাশের মানুষজন মনে করেছিল এটা একটা রসিকতা যেখানে আমি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম।La cosa strana fu che la gente intorno a me pensava che si trattasse di uno scherzo, mentre io soffrivo.
16সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল আমার যারা ঘনিষ্ঠ, তাদের সাথে বিষয়টি নিয়ে আপনি কথা বলতে পারবেন না।La cosa più dolorosa è non essere in grado di comunicare con le persone che ti stanno vicino.
17আমি কথা বলতাম, কিন্তু তারা শুনত না।Io potevo parlare, ma loro non riuscivano a sentirmi.
18আমি ভাবি যে আমরা এক সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, যেখানে আপনি কোন ব্যক্তির প্রেমে পড়ার জন্য আপনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখী হতে হবে না।Penso che possiamo vivere in un mondo migliore, dove essere innamorati di una persona non porti alla morte.
19আমি আশা করি আমাদের দিন গুলো বিশাল এক সুর্য, এক রংধনুর মত হবে এবং কোন ধরনের শঙ্কা ছাড়াই আমরা কথা বলতে পারবে।Spero che i nostri giorni avranno un sole, un arcobaleno, e amori di cui si possa parlare senza paura.