Sentence alignment for gv-ben-20101213-14010.xml (html) - gv-ita-20101207-27504.xml (html)

#benita
1ইউক্রেন: কর নীতির প্রতিবাদে তৈরি করা শিবির পুলিশ ভেঙ্গে দেবার কারণে ব্লগারদের প্রতিক্রিয়া
2গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনের হাজার হাজার ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা নতুন কর নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে [ইংরেজী ভাষায়]।
3সবচেয়ে বড় প্রতিবাদ সভাটি কিয়েভে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রতিবাদকারীরা একটি তাবুর শহর তৈরি করে।
4শুক্রবার ভোরে ২৫০ জনের মত পুলিশ, যার মধ্যে দাঙ্গা পুলিশের দলও ছিল, তারা মাইদান নেজালেঝাহনস্তি (স্বাধীনতা চত্বর) এসে হাজির হয়, যেখানে তারা রক্ষণাবেক্ষণকারী শ্রমিকদের সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিল।
5এইসব শ্রমিকেরা সেখানে অবস্থিত এক প্রতিবাদ শিবির ভেঙ্গে দেবার জন্য [ইংরেজী ভাষায়] হাজির হয়েছিল (এখানে তার ছবি রয়েছে)।
6সরকারি সূত্রমতে, এই কাজটি কিয়েভের জেলা আদলতের নির্দেশ করা হয়, কারণ আদালত প্রতিবাদ সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং কিয়েভ পৌরসভার প্রশাসকরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ময়দানে একটি ক্রিসমাস ট্রি বা বড়দিনের জন্য বিশেষ ভাবে সাজানো গাছ বসাবে (ইউক্রেনীয় ভাষায়)।
7তাবুর এই শিবিরটি ভেঙ্গে দেবার ঘটনা (এখানে তার ভিডিও রয়েছে) দ্রুত ইউক্রেনের ব্লগ জগৎের মনোযোগ আকর্ষণ করে।
8অনেক ব্লগার প্রশাসনের উপর ক্ষুব্ধ এবং তারা তাদের এই কাজটিকে অগণতান্ত্রিক বলে মনে করছেন।
9@আলিবোবেভিচ লিখেছে (#কাট_ইউআ): সরকার গণতন্ত্রের খেলা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে!Ucraina: reazioni allo sgombero dei manifestanti anti-fisco
10পুলিশ মাইদানে তৈরি করা প্রতিবাদ শিবিরটি অপসারণ করে ফেলেছে। সাভায়েতস্লোভা ভাকারচুক @এস_ভাকারচুক লিখেছে (ইউক্রেনের ভাষায়):Per più di due settimane, migliaia di piccoli e medi imprenditori ucraini hanno protestato [it] contro il nuovo regime fiscale.
11মাইদানে তারা গণতন্ত্রের অবশিষ্ট হিসেবে একটা ক্রিসমাস ট্রি স্থাপন করেছে এবং এটিকে মানবীয় উদাসীনতার সাথে মিশিয়ে নিয়েছে…..
12তাবুর শিবির অপসারণ করা এবং ট্রাফিক পুলিশের কিয়েভের কেন্দ্রীয় এলাকায় যান চলাচল বন্ধ করা নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে ওলেহ সায়ানকারেঙ্কো (লাইভজার্নাল ব্যবহারকারী সিঙ্গিং- ফুট) লিখেছে (ইউক্রেনীয় ভাষায়): ইউক্রেনে এক পুলিশী একনায়কতন্ত্র স্থাপন করা হয়েছে।
13ইউক্রেনে এক পুলিশী একনায়কতন্ত্র স্থাপন করা হয়েছে।
14এই ঘটনার প্রতক্ষ্যদর্শী সাংবাদিক মুস্তাফা নাইম তার নিজের ব্লগে লিখেছে(রুশ ভাষায়):
15তাবুর শিবির বেশ চুপেচাপে এবং শান্তিপূর্ণভাবে অপসারণ করা হয়েছে।
16যদি এ কাজে অপর্যাপ্ত পুলিশ, দাঙ্গা পুলিশ এবং [রক্ষণাবেক্ষণ কর্মী] নিয়োগ দেওয়া হয়েছিল।
17দৃশ্যত মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ একজন বিষয়টি নিয়ে খেলত চেয়েছিল [যুদ্ধ যুদ্ধ খেলা]।
18শেষ বারের মত আমি কিয়েভের কেন্দ্র এত পরিমাণ পোশাক পরিহিত এবং সাদা পোশাকের লোক শান্তিপূর্ণভাবে হাটতে দেখেছি ২০০৮ সালের জর্জিয়ার যুদ্ধের সময়।
19এল জে ব্যবহারকারী জিভানটোক্রেয়াল এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে পরিহাসের সাথে মন্তব্য করেছে (রুশ, ইউক্রেনীয় ভাষায়):
20আমাদের ক্ষুদ্ধ পুলিশের আসলে ভয় পায় নি এবং প্রকৃতপক্ষে তারা মাইদান নেজালেঝানস্তিতে গড়ে উঠা তাবুর শিবির ভেঙ্গে দিয়েছে…..
21কিয়েভ ভিত্তিক এলজে ব্যবহারকারী ভিনটোভিকনও কর্তৃপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে (ইউক্রেনীয় ভাষায়):
22সাম্প্রতি, সকাল ৫টার সময় তারা মাইদানের [প্রতিবাদ] ছত্রভঙ্গ করেছে।
23[…] পুলিশ কি শঙ্কিত ছিল যে দিনের বেলায় তা করা যাবে না [ এই কাজটি]?
24প্রতিবাদকারীদের চেয়ে সংখ্যায় তারা অন্তত দশগুণ বেশি ছিল।
25তারপরে কিছু ব্লগার বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখার চেষ্টা করছে।
26তাদের মধ্যে কুইকস্টেপ০০৭ একজন।
27ভদ্রমহিলা কিয়েভ অঞ্চলের একজন এলজে ব্যবহারকারী।
28তিনি লিখেছেন [রুশ ভাষায়]:
29মাইদান-এটা কি একটা জয়?
30হ্যাঁ, আমি এ রকমটাই বিশ্বাস করি।
31জনতা প্রদর্শন করেছে যে তারা কেবল নিশ্চুপ এক নির্বাচক নয়, তাদের যাই দেওয়া হোক না কেন, তাই খেয়ে ফেলব।
32ইতিহাসের শিক্ষাকে অবশ্যই স্মরণ রাখতে হবে।
33এবং উপসংহার [অবশই ] টানা হবে।
34এলজে ব্যবহারকরী ইয়োঝিকভ আরেকজন কিয়েভ ভিত্তিক ব্লগার.
35তিনি বিশ্বাস করেন (ইউক্রেনীয় ভাষায়) যে জোর পূর্বক তাবুর শিবির অপসারণের ফলে তা প্রতিবাদকারীদের জন্য এক নৈতিক বিজয় এনে দিয়েছে:
36[…] বিষয়টি পরিষ্কার নয় যে গণ বিক্ষোভ চালিয়ে যাওয়া, হবে কি না (মোটামুটি ভাবে বলা যায়, না, কারণ অন্য সমাজের অন্য সব দলের এই প্রতিবাদে যোগ দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দেয়নি)।
37আন্দোলন থেকে যাতে লোকজন চলে না যায়, তার জন্য সংগঠকদের কি করা উচিত? এবং উপযুক্ত সময়ে তাবুর শিবিরটি ভাঙ্গা হল।Le manifestazioni maggiori hanno avuto luogo a Kiev, dove i dimostranti hanno installato una tendopoli.
38এটি প্রতিবাদটির জন্য অনুঘটক হিসেবে কাজ করবে, যা ইতোমধ্যে প্রায় মারা যেতে বসেছিল।
39মাইদানে দ্রুত এক ক্রিসমাস ট্রি বসানোর কতৃপক্ষের যে পরিকল্পনা, তার জবাবে কয়েকজন ব্লগার এটির অনুমোদন প্রদান না করার জন্য কি ধরনের বিক্ষোভ করা যায় তার পরামর্শ প্রদান করছে।
40সিঙ্গিং_ফুট লিখেছে (ইউক্রেনীয় ভাষায়):
41আসুন আমরা এক কর্মসূচি চালু করি, “ আমি ইয়ানুকোভিচের [ইউক্রেনের রাষ্ট্রপতি] ক্রিসমাস ট্রি দেখতে যাব না।”
42ইয়ারোস্লাভ ভেদমিদ (@ভেদমিদ) রসিকতার সাথে পরামর্শ প্রদান করছে (ইউক্রেনীয় ভাষায়)
43তারা বলছে যে, আদতে তারা সেখানে একটি প্রতিবাদ বৃক্ষ [ক্রিসমাস ট্রি নয়] সাজিয়ে রাখবে…….
44এই ঘটনার প্রতিবাদে কয়েকটি এনজিও কর্তৃপক্ষের এই কাজটির নিন্দা করেছে (ইউক্রেনীয় ভাষায়) এবং মাইদানে তাৎক্ষনিক এক প্রতীক বসানোর (ইউক্রেনীয় ভাষায়) বিষয়টির নিন্দা করেছে যার ভাষ্য “এখানে গণতন্ত্রকে বিনষ্ট করা হয়েছে”।
45এরপর সবাইকে সেখানে ফুল দেবার জন্য আহ্বান জানানো হচ্ছে।
46সেদিন সন্ধ্যায়, ইউক্রেনের টুইটারে (#কাট_ইউএক)এক জনপ্রিয় বার্তা ছড়িয়ে পড়ে, যার ভাষ্য:
47মাইদানে ফুল নিয়ে আসা হয়েছে।