# | ben | ita |
---|
1 | ইরান: প্রাণী অধিকারের লক্ষ্যে এক হচ্ছেন ব্লগাররা | Iran: i blogger si mobilitano per i diritti degli animali |
2 | ২০০৭ সালের গ্রীষ্মকালে ইরানী পুলিশ কুকুর ধরার এক অভিযান শুরু করে। | Nell'estate del 2007 la polizia iraniana ha iniziato a catturare i cani [in]. |
3 | যে সমস্ত কুকুর ধরা হয় তার মধ্যে কেবল রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরই ছিল না, সেগুলোর মধ্যে কিছু পোষা প্রাণীও ছিল, যারা তাদের মালিকদের সাথে ঘুরে বেড়াত। | |
4 | কয়েক সপ্তাহ পরে এই অভিযানের গতি কমে আসে। | Non i randagi, ma cani domestici a passeggio con i loro padroni. |
5 | কিন্তু এখনও ইসলামিক রিপাবলিক অফ ইরানে প্রাণীদের প্রতি দুর্ব্যবহার চলছে। সৌভাগ্যবশত, ইরানী ব্লগার মিনো সাবেরির উদ্যোগকে সমর্থন করছে বেশ কিছু ব্লগার। | Ma se dopo un paio di settimane le catture erano diminuite, il maltrattamento degli animali nella Repubblica Islamica dell'Iran [it] rimane un fenomeno ancora diffuso. |
6 | মিনো সাবেরি পৃথিবীতে আসা এইসব কুকুর, পাখী, বিড়াল এবং অন্যসব প্রাণীদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হয়েছেন। | |
7 | ভদ্রমহিলা (ফার্সি ভাষায়) ইরানের জাতীয় টেলিভিশন ও প্রতিষ্ঠানটির প্রধান এজাহাতউল্লাহ জারগামিকে সম্বোধন করে একটি লেখা পোস্ট করেছেন। | Per fortuna sono parecchi i blogger a sostenere l'iniziativa di Mino Saberi [fa], blogger iraniana che intende difendere i diritti di cani, uccelli, gatti e delle altre creature che popolano la terra. |
8 | জনাব জারগামি আমি আপনাকে পছন্দ করি। | In questo post |
9 | আমি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। | Mino Saberi si rivolge [fa] alla TV di Stato iraniana e al direttore Ezetollah Zarghami: |
10 | আমি সৃষ্টিকর্তার উপাসনা করতে শিখেছি। | “Sig. |
11 | আমি শিখেছি তার সৃষ্টি সকল প্রাণীকে ভালোবাসতে। আমি যখন তার উপাসনা করি তখন কি তার সৃষ্টি সকল প্রাণীকে পছন্দ করব না? | Zarghami, la stimo molto, sono nata in una famiglia mussulmana… professo il culto di Dio e amo tutte le sue creature. |
12 | নিজের দিকে তাকান, আপনার প্রতিষ্ঠানে যে ধরনের উদ্যোগ নেয়া হয় তা এ রকম প্রাণীদের প্রতি ঘৃণা তৈরী করে। | Ma possiamo onorare Dio e allo stesso tempo non amare ciò che ha creato? |
13 | আর কতদিন এ রকম অনুষ্ঠান চলতে থাকবে, বিশেষত আপনার প্রতিষ্ঠানেব মতো একটা শক্তিশালি প্রচার মাধ্যমে। | …La vostra responsabilità non si limita a difendere le popolazioni oppresse in questo o in quel Paese. |
14 | যদি প্রাণী অধিকারের কথা বলা হয় তাহলে তা মানুষকে আহত করার মতো বিষয়ের সাথে কোন বিরোধ তৈরী করে না। ….. | Si guardi attorno, dia un'occhiata ai programmi trasmessi dalla sua azienda. |
15 | আমরা একদল ব্লগারকে চাই যারা ইরানের জাতীয় টেলিভিশন এমন অনুষ্ঠান দেখাক যা মানুষকে প্রকৃতি, প্রাণী এবং সব্জী জগতের প্রতি দয়ালু হতে শেখায়। তিনি আরো উল্লেখ করেন, নবী হজরত মুহাম্মদ(স:) প্রাণীদের প্রতি সদয় হবার শিক্ষা দিয়ে গেছেন। | Quanto andrà avanti l'ostilità verso gli animali, specialmente in un mezzo di comunicazione potente come il suo… Parlare di diritti degli animali non è in contrasto con i temi sulle popolazioni oppresse… Noi, un gruppo di blogger, chiediamo alla TV nazionale iraniana di trasmettare programmi che educhino alla bontà e alla gentilezza verso la natura, gli animali e il mondo vegetale”. |
16 | সাদাফ ফারহান (ফার্সি ভাষায়) লিখছেন প্রাণীদের প্রতি দুর্ব্যবহার আসলে কোন মানসিক সমস্যা বা খারাপ শিক্ষার ফল। | Mino aggiunge che il profeta Maometto [it] ha insegnato la bontà e la compassione verso gli animali. |
17 | আসালিজন (ফার্সি ভাষায়) রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর আর তার ছানাদের মেরে ফেলার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। | Sadaf-Farahani scrive [fa] che il maltrattamento degli animali nasce da problemi psicologici o da un'educazione sbagliata [della perosna che lo commette]. |
18 | এই ব্লগার এ রকম এক কুকুর মাগনোলিয়া এবং তার সাতটি ছানাকে নিয়ে যে অভিজ্ঞতা তৈরী হয়েছে তা সবার সাথে ভাগাভাগি করে নিয়েছেন। | Asalijon protesta contro [fa] la soppressione dei cani randagi e dei loro cuccioli. Il blogger parla dell'incontro con Magnolia, una mamma-randagia con sette cuccioli. |
19 | তিনি বলছেন, ‘একদিন এই কুকুর আর তার পরিবারকে বুলেট দিয়ে হত্যা করা হয়'। | Racconta che un giorno il cane e tutta la sua famiglia sono stati uccisi dalle pallottole. |
20 | আসালিজন ইরানী কতৃপক্ষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই রকম নিষ্পাপ প্রাণীদের হত্যা করা সঠিক সিদ্ধান্ত কিনা? | Asaljoon si chiede se è giusto che le autorità iraniane abbiano deciso l'eliminazione di queste creature innocenti. |
21 | বিদারি (ফার্সি ভাষায়) লিখছেন: | Bidari scrive [fa] |
22 | প্রাণীদের প্রতি দুর্ব্যবহার ধীরে ধীরে আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাড়াচ্ছে। | |
23 | যেমন বিড়ালের শরীরের জলন্ত সিগারেট চেপে ধরা, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের কান কেটে দেওয়া এবং যে সমস্ত পাখী হারিয়ে যাচ্ছে তাদের প্রতি যত্ন নেওয়া কমিয়ে দেওয়া। | “Il maltrattamento degli animali è entrato pian piano nella nostra cultura, come spegnere le sigarette sui gatti, tagliare le orecchie ai cani randagi ed essere sempre più indifferenti alla diminuzione del numero di volatili. |
24 | জাতীয় টেলিভিশনে বন্ধুত্ব তৈরী ও দয়ালু হবার শিক্ষা দেবার বদলে এমন অনুষ্ঠান দেখানো হয় যেখানে প্রাণীদের প্রতি অত্যাচার এবং দুর্ব্যবহার একটি সাধারণ ঘটনা। | La televisione nazionale, invece di promuovere un approccio amichevole e gentile verso gli animali, diffonde programmi dove la tortura e il maltrattamento di queste creature vengono mostrati come una cosa del tutto normale”. |
25 | এই লেখা পোস্ট করার সময় কোন প্রাণীর ক্ষতি করা হয়নি। | Nessun animale ha subito maltrattamenti nella stesura di questo articolo. |
26 | উপরে যে কুকুরের ছবিটি দেখা যাচ্ছে তার নাম লিসা। | Il cane della foto si chiama Lisa. |