# | ben | ita |
---|
1 | চিলির সান্তিয়াগোর ৫টি স্থান, যেখানে গেলে মনে পড়ে পিনোশের স্বৈরশাসন, আর বলতে হয় “স্বৈরশাসন আর নয়” | FOTO: Cinque luoghi a Santiago del Cile per ricordare la dittatura di Pinochet e dire “mai più” |
2 | ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রাক্তন নির্যাতন ও বন্দীশালা লন্ড্রেস ৩৮। | L'ex centro di tortura e detenzione Londres 38, l'11 settembre 2013. |
3 | ছবি ফ্লিকারের হাই শাশি, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি-বাই-এনসি-এনডি ২. | Foto dell'utente Hi Sashi su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-ND 2.0) |
4 | ০) মেমোরি ইন ল্যাটিন আমেরিকা ব্লগে, লিলি ল্যাংট্রাই নামক ব্লগার চিলির রাজধানী সান্তিয়াগো নিয়ে “স্মৃতিকাতর এলাকা” শিরোনামে ধারাবাহিক আকারে বেশ কয়েকটি লেখা লিখেছেন: যা ১১ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে দেশটির সোশ্যালিস্ট রাষ্ট্রপতি সালভাদোর আয়েন্দের সরকারকে অপসারিত করা সামরিক অভ্যুত্থান সংক্রান্ত ভবন কিংবা এলাকা বিষয়ে, এই অভ্যুত্থানের ফলে ১৭ বছরের এক স্বৈরশাসনের জন্ম হয়, যার নেতৃত্বে ছিল আগুস্টো পিনোশে। | Nel blog Memory in Latin America [en, come i link seguenti, salvo diversa indicazione], Lillie Langtry ha pubblicato una serie di post sui “luoghi della memoria” nella capitale del Cile, Santiago: edifici o luoghi legati al colpo di stato [it] che destituì il presidente socialista Salvador Allende l'11 settembre 1973, e poi i 17 anni di dittatura di Augusto Pinochet [it]. |
5 | ২০১৩ সালের এই বছরটিতে এই অভ্যুত্থানের ৪০ বছর পূর্তি হল। | Quest'anno, 2013, sono 40 anni dal golpe. |
6 | ১. স্মৃতি এবং মানবাধিকারের এক সংগ্রহশালা | 1. Museo della Memoria e dei Diritti Umani |
7 | স্মৃতি এবং মানবাধিকারের এক সংগ্রহশালা। | Museo della Memoria e dei Diritti Umani. |
8 | ছবি ফ্লিকারের জিওভান্নি-এ পেরেজের, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি-বাই-এনসি-এনডি ২. | Foto di Giovanni A. Pérez su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC 2.0) |
9 | ০)। এই অনলাইন সফরের শুরু স্মৃতি ও মানবাধিকার সংগ্রহশালা [স্প্যানিশ ভাষায়] দিয়ে, লিলিয়ে ব্যাখ্যা করেন “ বিশাল এবং আঘাত তৈরী করে এমন এক সাইট”: | Questo tour virtuale comincia con il Museo della Memoria e dei Diritti Umani [es], “un luogo grande e impressionante”, come spiega Lillie: |
10 | বেদনাদায়ক বিষয় হচ্ছে আপনি ভেতরের কোন ছবি তুলতে পারবেন না, যা সত্যিকারের এক লজ্জাজনক বিষয়, কারণ আমার কাছে সবচেয়ে আঘাত প্রদান করা বিষয়টি হচ্ছে বিশাল দেওয়ালে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের ছবিতে পুরো এলাকা পরিপূর্ণ। | Purtroppo non è permesso fare foto all'interno ed è davvero un peccato, perché la parte più impressionante per me è l'enorme parete di fotografie dei desaparecidos, che si estende lungo tutto lo spazio interno. |
11 | এখানে এমন একটি স্থান রয়েছে যেখানে আপনি দাঁড়াবেন আর সে দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন ব্যক্তির নাম এবং ছবি। | C'è anche un punto in cui ci si può fermare ad osservarlo e cercare di individuare nomi e volti. |
12 | নিচের তলার বিভিন্ন স্থানে ১৯৭৩ সালের এই অভ্যুত্থান এবং তৎপরবর্তী বিভিন্ন ঘটনার ফুটেছ প্রদর্শন করা হয়েছে। | Al piano terra, vari terminali mostrano immagini del golpe del 1973 e delle sue conseguenze. |
13 | যতই আপনি উপরের তলাগুলোতে যাবেন, ততই দেখতে পাবেন সেখানে রয়েছে বিভিন্ন ঘটনার দৃশ্য যেমন নির্বাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতা, প্রচার মাধ্যমের সংবাদ এবং নির্যাতন- যার মধ্যে রয়েছে গা শিউরানো এক যন্ত্র (যার নির্মাতা-জেনারেল ইলেকট্রনিক্স- বিষয়টি এমন নয় যে তারা কেবল এই উদ্দেশ্য যন্ত্রটি নির্মাণ করেছিল!)। | Man mano che si salgono le scale, le varie aree coprono aspetti quali l'esilio e la solidarietà internazionale, la copertura mediatica e la tortura - includendo un agghiacciante dispositivo per scariche elettriche (prodotto da General Electric - che non ne indicava un tale utilizzo!). |
14 | মেঝেতে বিভিন্ন প্রদর্শনীর যন্ত্র ১৯৭৩ সালের অভ্যুত্থানের ফুটেজ প্রদর্শন করছে। | |
15 | এখানে বন্দীদের তৈরী বিভিন্ন সামগ্রী এবং চিলির বিভিন্ন ঐতিহাসিক স্থানের ছবিও রয়েছে। | Ci sono anche oggetti fatti dai prigionieri e fotografie dei luoghi commemorativi che si trovano in Cile. |
16 | চিলির স্মৃতি ও মানবাধিকার সংগ্রহশালায় মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। | Dichiarazione Universale dei Diritti Umani, nel Museo Della Memoria e dei Diritti Umani, Cile. |
17 | ছবি ফ্লিকারের জেন ডায়ার-এর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই -এনডি ২. | Foto di Jen Dyer su Flickr, con la licenza Creative Commons license (CC BY-ND 2.0) |
18 | 0)। লিলিয়ে এখানে আরো উল্লেখ করেছে যে এই এলাকা এমন স্থান নয় যেখান এসে কেউ বিশেষভাবে ছদ্ম -নিরপেক্ষতা অথবা পিনোশে-পন্থী বা বিরোধী হবার চিন্তা সমভাবে করতে পারে, এবং সে জাদুঘরের তালিকার উদ্ধৃতি প্রদান করছে: | Lillie nota anche che “Questo non è esplicitamente uno spazio in cui troverai una sorta di pseudo-neutralità o equilibrio tra le fazioni pro e contro Pinochet”, e cita il catalogo del museo: |
19 | স্মৃতির এক ভবন নির্মাণের কাজকে অবশ্যই নৈতিকতার দ্বারা পরিচালিত করতে হবে; আমাদের যে সীমাহীন এক সম্মিলিত আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার এক পাঠ নির্মাণ করতে হবে যা এক প্রমাণ, ঘটনার শিকার এবং অপরাধীর এক ইতিহাস, দোষী এবং নির্দোষদের। | “Il compito di foggiare una memoria storica dev'essere guidato da un indicatore morale; dobbiamo costruire una lettura del trauma collettivo che vada oltre e trascenda ciò che è evidente, una storia di vittime e criminali, colpevoli e innocenti. |
20 | জাদুঘরে স্মৃতির সংগ্রহশালা নির্মাণের উদ্দেশ্য হচ্ছে তা যেন এমন এক স্থানে পরিণত হয় যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সহাবস্থানে নৈতিকতার ভিত্তিতে মানবাধিকারে সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ তৈরীতে সাহায্য করে। | L'obiettivo del museo è di costruire una memoria e di divenire uno spazio che aiuti la cultura dei diritti umani e i valori democratici a trasformarsi nella base etica condivisa della nostra presente e futura coesistenza. |
21 | আর কেবল মাত্র এর মাধ্যমে আমরা স্বৈরাচারকে আর নয়, এমন দাবী শাক্তিশালী করতে পারি। | Solo in questo modo possiamo realizzare la nostra rivendicazione: MAI PIÙ.” |
22 | ফ্লিকারে আপনারা জাদুঘরের আরো ছবি দেখতে পাবেন (যার মধ্যে ভেতরের কয়েকটি ছবিও অর্ন্তভুক্ত রয়েছে)। | Altre foto del museo (anche alcune dell'interno) si trovano su Flickr. |
23 | ২. লন্ড্রেস ৩৮ | 2. Londres 38 |
24 | “লড়াই এবং প্রতিরোধের ৪০ বছর”: লন্ড্রেস ৩৮, চিলির সান্তিয়াগোর প্রাক্তন নির্যাতন এবং বন্দীশালা। | “40 Anni di Lotta e Resistenza”: Londres 38, ex centro di tortura e detenzione a Santiago, Cile. |
25 | ছবি ফ্লিকারের মিউনিসিপালিটি অফ সান্তিয়াগোর। | Foto del comune di Santiago su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-ND 2.0) |
26 | আরেকটি পোস্টে লিলিয়ে প্রাক্তন এক বন্দীশালা এবং নির্যাতন কেন্দ্র লন্ড্রেস ৩৮ সম্পর্কে লিখেছে যার নাম : | In un altro post, Lillie scrive di un ex centro di detenzione e tortura, chiamato Londres 38: |
27 | ডিনা (গুপ্ত পুলিশ) এটিকে সরকার বিরোধীদের নির্যাতন এবং আটকে রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করত, অন্তত ৯৮ জন এখানে বা এখানকার অত্যাচারের ফলে পরে মৃত্যুবরণ করে [স্প্যানিশ ভাষায়]। | Era usato dalla DINA (polizia segreta) come centro di tortura e detenzione per gli oppositori del regime, almeno 98 di questi morirono lì per le consegueze della detenzione [es]. |
28 | এই ভবনের সামনে কোবেল পাথরে নিহতদের নাম খোদাই করা আছে [ জার্মানীর স্টোলপারস্টাইনের অনুরূপ)। | Di fronte all'edificio i nomi delle vittime sono incisi sul selciato (in modo simile allo Stolperstein [it] in Germania). |
29 | তিনি যোগ করেন: | E aggiunge: |
30 | প্রথমে আমি দেওয়ালের অবস্থা থেকে খানিকটা বিস্মিত হয়েছিলাম, কিন্তু যখন আমি দেখলাম সে সময় সেটা কৃত্রিম ভাবে ঝক্ঝকে রাখা হয়েছে তখন নিঃসন্দেহে বিষয়টিকে অনেক বেশী যৌক্তিক মনে হল। | All'inizio ero un po' sorpresa dalla condizione dei muri, ma, ovviamente, ha molto più senso vederli così che artificialmente restaurati. |
31 | এতে আপনি নিঃসন্দেহে অনেক বেশী উপলব্ধি করতে পারবেন সে স্থানে যে অত্যাচার সংঘঠিত হয়েছে সে ব্যাপারে; যদিও এই বিষয়টি ভাবতে সত্যি অবিশ্বাস্য লাগে যে স্থানটি কতটা কেন্দ্রীয় এক এলাকায় অবস্থিত। | Di sicuro si ha una percezione più forte di quanto avvenne in quel luogo; anche se è davvero sorprendente pensare alla centralità di questo spazio. |
32 | ইলোভেচিলি. সিএল লিখেছে যে উচ্চস্বরে ক্লাসিক্যাল সঙ্গীত ভেসে আসার কারণে এই ভবনটি পরিচিত ছিল- যখন আপনি উপলদ্ধি করবেন যে এই সঙ্গীত আসলে কোন বিষয়টি চাপা দেওয়ার জন্য বাজানো হত, তখন আপনার গা শিউরে উঠবে। | Ilovechile.cl scrive che l'edificio era conosciuto per la musica classica che si sentiva provenire da esso - è piuttosto agghiacciante capire che cosa copriva quella musica. |
33 | ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে লন্ড্রেস ৩৮। | Londres 38 l'11 settembre 2013. |
34 | ছবি ফ্লিকারের সিজার কাস্টিলোর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | Foto dell'utente Alobos Life su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-ND 2.0) |
35 | ০)। ৩. লামনেডা | 3. La Moneda |
36 | লা মনেডা হচ্ছে চিলির রাষ্ট্রপতি ভবন, ছবি ফ্লিকার ব্যবহারকারী এ১অবোস লাইফ-এর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | La Moneda, palazzo presidenziale cileno. Foto dell'utente Alobos Life su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-ND 2.0) |
37 | ০)। একই সাথে লিলিয়ে চিলির রাষ্ট্রপতি ভবন নিয়ে লেখা একটি পোস্ট অর্ন্তভুক্ত করেছে, যেখান ১১ সেপ্টেম্বর ২০১৩ সালের সেই অভ্যুত্থানের সময় বোমা ফেলা হয়েছিল। | Lillie include anche un post sul palazzo presidenziale cileno, che fu bombardato durante il colpo di stato dell'11 settembre 1973. |
38 | ডেমোক্রাসিটিজে এই বোমাবর্ষণ নিয়ে ফ্রান্সিসকো ভেরগারা পেরুচিয়ে লিখেছে : | A proposito del bombardamento, Francisco Vergara Perucich scrive in Democracities: |
39 | এই ভবন যেটিকে জাতীয় স্বাধীনতা এবং প্রজাতন্ত্রের এক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যা সামাজিক অগ্রযাত্রার এক নির্মিত প্রকাশ, তা জাতি এবং সংবিধানের আনুগত্যের শপথ নেওয়া স্বদেশী সামরিক বাহিনির সদস্যদের দ্বারা সম্পূর্ণ প্রজ্বলিত এবং ধ্বংস হয়। | Questo palazzo, considerato il simbolo dell'indipendenza nazionale e della tradizione democratica, una concreta espressione del progresso sociale, fu completamente bruciato e distrutto dalle stesse forze militari che avevano giurato lealtà alla nazione e alla sua costituzione. |
40 | কল্পনা করুন যে দুটি এফ-১৬ বিমান হোয়াইট হাউজ কিংবা দুটি টাইফুন বিমান বাকিংহাম প্রাসাদ ধ্বংস করছে… এমন এক দৃশ্য যা বিশ্বাস করা সত্যি কঠিন। | Immaginate due F-16 che bombardano la Casa Bianca, o due Typhoon che bombardano Buckingham Palace… Una scena davvero difficile da credere. |
41 | এই হামলা ছিল প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক যুগের ইতি টানার এক চিহ্ন। | Questo attacco fu il segno della fine dell' era repubblicana e democratica. |
42 | সামরিক অভ্যুত্থানের ৪০ বছর পরে, লা মনেডা। | Quarant'anni dopo il colpo di stato. |
43 | ছবি ফ্লিকারের হাই শাশির, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | La Moneda. Foto di Hi Sashi su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-ND 2.0) |
44 | ০)। ৪. নিখোঁজদের স্মৃতিফলক | 4. Monumento in memoria dei Desaparecidos |
45 | রাজনৈতিক কারণে যারা গ্রেফতার, নিখোঁজ কিংবা খুন হয়েছে, তাদের জন্য এক স্মৃতিফলক। | Monumento in memoria dei detenuti scomparsi o giustiziati per ragioni politiche. |
46 | ছবি ফ্লিকার ব্যবহারকারী নুয়েভাসান্তিয়াগোর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | Foto dell'utente Nuevasantiago su Flickr, con la licenza Creative Commons (CC BY-NC-SA 2.0) |
47 | ০)। লিলিয়ে তার সান্তিয়াগোর স্মৃতি নামক সিরিজ পোস্টের শেষটিতে “নিখোঁজ হয়ে যাওয়াদের স্মৃতিফলকের” কথা উল্লেখ করেছে। এটি একটি বিশাল পাথরের দেওয়াল যার মাঝে ঘটনার শিকার ব্যক্তিদের নাম খোদাই করা হয়েছে। | Nel suo ultimo post sui luoghi della memoria a Santiago, Lillie ricorda il Monumento in memoria dei Desaparecidos: “una lunga parete in pietra sulla quale è incisa la lista delle vittime”. |
48 | তিনি ব্যাখ্যা করেন যে এই স্মৃতিচিহ্নটি একটি করবস্থানের ভেতরে অবস্থিত : | Spiega che il momumento si trova dentro a un cimitero: |
49 | আমি সব সময় স্মৃতিচিহ্নকে, প্রকৃত পক্ষে জীবন সাজানোর একটি অংশ হিসেবে দেখতে ভালবাসি। | Mi è sempre piaciuto vedere i monumenti usati come parte del tessuto della vita. |
50 | এই ক্ষেত্রে, স্মৃতিফলকের নিচে অনেক লেখা, ছবি, ছোট ছট চিহ্ন, ফুল এবং এ রকম জিনিসে পূর্ণ। | In questo caso, alla base del momumento si trovano varie lettere, foto, piccoli pacchetti, fiori e altro. |
51 | এটি একটি বিনম্র স্থান, কিন্তু তা এক কবরস্থানে অবস্থিত। | È un posto lugubre, ma, in fondo, si trova in un cimitero. |
52 | এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর আগে ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের শোক প্রকাশের জন্য কোথাও কোন জায়গা ছিল না এবং তাদের জীবনকে চিহ্নিত করার কোন স্থান ছিল, এখন তাদের তা রয়েছে আর তারা রাজধানীর প্রধান কবরস্থানকে দেশের ইতিহাসের অংশ হিসেবে গ্রহণ করেছে। | La cosa importante è che queste vittime prima non avevano un luogo in cui le loro famiglie potessero andare a piangerle, e adesso ce l'hanno, e sono ricordati nel cimitero principale della capitale, come parte della storia del paese. |
53 | রাউল ভালদেজ স্টোলটেজ। | Raúl Valdés Stoltze. |
54 | নিখোঁজ ব্যক্তিদের স্মৃতিফলক। | Monumento in memoria dei Desaparecidos. |
55 | ছবি ফ্লিকারের পল লউরির, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশ করা হয়েছে (সিসি বাই ২. | Foto di Paul Lowry su Flickr, con la licenza Creative Commons (CC BY 2.0) |
56 | ০)। ল্যাটিন আমেরিকার স্মৃতি এবং মানবাধিকার সম্বন্ধে আরো জানতে লিলির ব্লগে প্রবেশ করুন। | Si può visitare il blog di Lillie per altre informazioni sulla memoria e i diritti umani in America Latina. |
57 | আপনি তার টুইটার একাউন্ট @লিলিয়ে_ল্যাংট্রাই-এ প্রবেশ করতে পারেন। | Oppure si può anche seguirla su Twitter: @Lillie_Langtry. |
58 | ৫. জাতীয় স্টেডিয়াম | 5. Lo Stadio Nazionale |
59 | Chile's চিলির জাতীয় স্টেডিয়াম ছবি উইকিমিডিয়া কমন্সের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই ২. | Stadio Nazionale del Cile. Foto da Wikimedia Commons, con la licenza Creative Commons (CC BY 2.0) |
60 | ০)। সবশেষে আমরা চিলির সান্তিয়াগোর আরো একটি স্থানকে স্মরণের জন্য যুক্ত করব। এটি হচ্ছে জাতীয় স্টেডিয়াম ( এস্টাডিও নাসিওনাল স্প্যানিশ), যা বন্দী এবং নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। | Infine, abbiamo voluto aggiungere un altro luogo della memoria a Santiago del Cile: lo Stadio Nazionale (Estadio Nacional in spagnolo), che venne utilizzato come centro di detenzione e tortura. |
61 | গ্লোবাল পোস্টে যেমনটা পাসকাল বোনেফোয় ব্যাখ্যা করেছেন, “ হিসেবে অনুসারে সেখানে বন্দীরা সংখ্যা ছিল ৭,০০০ থেকে ২০,০০০ জন, যার মধ্যে ১,০০০ জন ছিল নারী। | Come spiega Pascale Bonnefoy su Global Post , “le stime sul numero totale dei prigionieri variano da 7.000 a 20.000, includendo circa 1.000 donne. |
62 | […] সাইক্লিং ট্র্যাকে, প্রশাসনিক ভবনে, করিডোরে এবং মাঠে অত্যাচার সংঘঠিত হয়েছিল। | […] La tortura avveniva nella pista di ciclismo, negli uffici amministrativi, nei corridoi e sul campo di gioco. |
63 | স্টেডিয়ামে ঠিক কতজন মানুষ নিহত হয়েছিল অথবা সেখান থেকে অদৃশ্য হয়েছিল তার কোন সঠিক তথ্য নেই”। | Non c'è un'idea chiara di quanta gente venne uccisa o scomparve nello stadio.” |
64 | ১১ সেপ্টেম্বর, ২০১৩ -এ জাতীয় স্টেডিয়ামে ৪০ বছর পর বন্দীদের স্মরণ করা। | Ricordando i prigionieri 40 anni dopo, l'11 settembre 2013, nello Stadio Nazionale. |
65 | ছবি ফ্লিকারের ট্রিনকাডো। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশ হয়েছে (সিসি বাই ২. ০)। | Foto di Pablo Trincado su Flickr, con la licenza Creative Commons (CC BY 2.0) |