Sentence alignment for gv-ben-20120827-30239.xml (html) - gv-ita-20120823-64860.xml (html)

#benita
1সংকটপূর্ণ সময়ের চিত্রকলাGraffiti in tempo di crisi
2গ্রাফিটিই শব্দটি গ্রীক শব্দ গ্রাফেইন থেকে এসেছে, যার অর্থ হল লেখা।La parola graffiti viene dal greco graphein che significa scrivere.
3আধুনিক গ্রাফিটি ১৯৬০ সালে নিউইয়র্কে হিপ-হপ গানের অনুকরণে সৃষ্ট।I graffiti moderni sono nati negli anni 60 a New York [es] e sono stati inspirati dalla musica hip-hop.
4একজন চিত্রশিল্পীর গ্রাফিটি স্বাক্ষর তার নাম ও খ্যাতির উপর নির্ভর করে।Il numero di graffiti firmati che ha un artista dipende dalla reputazione e dalla fama dell'artista.
5যদিও মাঝে মাঝে এ ধরণের চিত্রকলা রাডার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এবং কর্তৃপক্ষের গ্রাফিটি, পথচিত্র মুছে ফেলার জন্য অনেক অর্থব্যয় সত্ত্বেও এটি অনেক দেশে ছড়িয়ে গেছে এবং অনেক শহরেই সুশীল সমাজে জনপ্রিয় হয়েছে।Benchè a volte questo tipo di arte è rimasto al di sotto del radar, e nonostante il fatto che le autorità hanno speso molti soldi nel cancellare i graffiti, l' arte di strada si è diffusa in altri paesi ed è diventata popolare negli spazi urbani in molte città.
6কিছু গ্রাফিটি ব্যক্তিগত বার্তা দ্বারা প্রকাশিত, কিছু শৈল্পিকভাবে প্রকাশিত।Alcuni sono scarabocchi con messaggi personali, e altri sono vere opere d'arte.
7অর্থনৈতিক সংকটের এই সময়ে গ্রাফিটি শিল্পের সামাজিক চাহিদা বাড়ছে, এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।In questo periodo di crisi economica l'arte dei graffiti abbonda di rivendicazioni sociali, e che piaccia o no, è diventata parte della nostra vita quotidiana.
8অনেক ওয়েবপেজ এ ধরণের পথচিত্রের উপর তথ্য প্রকাশ করছে, যেমন ফোগোনাজস, এখানে কিছু পথচিত্রের সংগ্রহ দেখা যায়ঃMolte pagine web hanno dedicato i loro contenuti per mostrare questo tipo d'arte di strada, come il blog Fogonazos [es], del quale una raccolta può essere vista qui:
9“তাদেরকে মাদক খেতে দাও” শিরোনামে নিউইয়র্কের এই গ্রাফিটি।“Lasciamogli mangiare crack” dice questo graffito a New York.
10ছবি ফ্লিকার ব্যবহারকারী ওমিসোর সৌজন্যে।Immagine dell'utente Flickr Omiso.
11ভেনেজুয়েলার কারাকাসের একটি ভবনের বহিরাংশে উড়ন্ত টাকা।Denaro che vola sull'esterno di un edificio a Caracas, Venezuela.
12যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অঙ্কিত।Disegnato a Manchester, UK.
13“ধনী ও ক্ষমতাবানরা আমাদের উপর মূত্রত্যাগ করে আর মিডিয়া আমাদের বলে যে বৃষ্টি হচ্ছে”।“I ricchi e i potenti pisciano su di noi e i media ci dicono che sta piovendo”.
14লন্ডনে সংকট বমি।Rigettando la crisi a Londra.
15নিচের ছবিগুলো (লেখক কর্তৃক সংগৃহীত) দক্ষিণ স্পেনের গ্রেনাডায় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে ছবি ও কথা সম্বলিত গ্রাফিতির জোয়ার দেখিয়েছে।Queste foto sotto (fatte dall'autore) mostrano l'ondata di graffiti che può essere vista camminando per Granada, nella Spagna meridionale, le convincenti immagini e frasi fanno riferimento al sistema politico ed economico del paese.
16তৃতীয় ছবিতে, যে কেউ পিপি (স্প্যানিশ পপুলার পার্টি) এবং পিএসওই (স্প্যানিশ সোশ্যাল ওয়ার্কার্স পার্টি) - এর চিঠি দেখতে পারবে।Nella terza foto, si possono vedere le lettere PP (Partito Popolare Spagnolo) e PSOE (Partito Socialista Spagnolo dei lavoratori).
17স্পেনের সবচেয়ে জনপ্রিয় দুটি রাজনৈতিক দলের সংক্ষিপ্ত রূপ একই প্রতীক দ্বারা দৃশ্যমান পাবে; এখানে বলা হয়েছে যে এই দুটি দল একই, যা দুই-দল নিয়ম মেনে চলে।Le abbreviazioni dei partiti politici più popolari in Spagna appaiono disordinate con un logo solo: un modo per dire che i due partiti sono la stessa cosa, una denuncia al sistema bipartitico.
18এখানে যে কেউ মুরগির একটি প্রাচীর দেখতে পাবে যেখানে শিরোনাম “গেন্তে প্রেসা, মারকাদো লিবরে” (একটি উন্মুক্ত বাজারে জনগণ হল শিকার)।Anche nell'altra foto si vede un muro nella città con dei polli e la didascalia “Gente presa, mercado libre” (Le persone diventano prede nel mercato libero).
19“আনন্দের ভোগ”“Consumo felice”
20“সরকারী [শিক্ষা]'র পক্ষে”“In defesa della pubblica [istruzione]”
21“শিক্ষা বিক্রয়ের জন্য নয়”“L'istruzione non si vende”
22এলেনা অ্যারোন্তেসের সৌজন্যেFoto di Elena Arrontes
23মাদ্রিদে আপনি প্রায়ই বস্কের শিল্পী আলবার্তো বাস্তেরেশিয়ার গ্রাফিতি খুঁজে পাবেন, যিনি সাত বছরেরও বেশি আগে কবিতা লেখা শুরু করেছিলেন।A Madrid si possono spesso trovare i graffiti del ben noto artista basco Alberto Basterrechea, che ha iniziato a scrivere poesia più di sette anni fa.
24তিনি নিওরাবায়োসো এবং বাতানিয়া নামে দুটি ব্লগের লেখক যেখানে তিনি রাজধানী শহরে দেয়ালে তার কাজগুলোর ছবি প্রকাশ করেন।E' autore di due blog intitolati Neorrabioso e Batania dove presenta foto dei suoi versi tappezzati sui muri della capitale.
25তার কাব্যগুলো প্রায়ই ব্যক্তিগত ভাবে সেগুলোর সমর্থনে লিখিত, যা আমরা এই ছবিগুলোতে দেখতে পাইঃLe sue poesie tendono ad avere un taglio personale oppure spesso hanno un tono interrogativo, come si vede nella foto seguente:
26““কনফিয়ানজা ও কন ফিয়ানজা?”“¿Confianza o con fianza?”
27(বিশ্বাস নাকি অর্থ?) সান্তান্দার ব্যাংকের দেয়ালে লিখিত কথা, নিওরাবায়োসোর সৌজন্যে।(Fiducia o finanza?) un gioco di parole sul muro della banca Santander, fotografia di Neorrabioso.
28“কিসের মুক্তি, কার সমান, কবে ভ্রাতৃত্ব” (জনপ্রিয় ফরাসী লিবার্তে, ইগালিতে, ফ্রাতারনিতে নিয়ে স্প্যানিশ ভাষায় শব্দখেলা)।“Quale libertà, uguaglianza a chi, quando fraternità” (un gioco di parole in spagnolo delle famose Liberté, Egalité, Fraternité).
29বিশ্বের যে কোন জায়গায়, পথিকদের জন্য ভবনের দেয়াল, পার্ক ও বাড়িতে দেয়াল লিখনের সামনে দিয়ে হেঁটে যাওয়া স্বাভাবিক।In ogni parte del mondo è una cosa comune per i pedoni camminare fra tutti i tipi di dipinti nelle mura esterne dei palazzi, nei parchi e sulle case.
30কিন্তু শহরের দেয়ালের বাইরে, গ্রাফিতি রাস্তা থেকে অন্য মাধ্যমে চলে এসেছেঃ ফটোগ্রাফি বই, ব্লগ ও ফেসবুক পেইজ যেমন গ্লোবাল স্ট্রীট আর্টস।Ma oltre alle mura cittadine, i graffiti si sono mossi dalle strade ad altri tipi di media: book fotografici, blog e pagine facebook come Street Art Graffiti.