# | ben | ita |
---|
1 | ওবামার বিজয়ের পরেরদিন ইয়েমেনে আবার মার্কিন ড্রোন হামলা | Yemen: reazioni sui nuovi attacchi dei droni USA |
2 | প্রেসিডেন্ট ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইয়েমেনে নতুন একটি ড্রোন হামলার আঘাতের খবর এসেছে। | Meno di ventiquattr'ore dopo la rielezione del presidente Obama è arrivata la notizia che un nuovo attacco aereo tramite un drone [it] ha colpito lo Yemen. |
3 | হামলাটি হয়েছে সানহানের আল সারিন গ্রামে। নিহত হয়েছে আদনান আল কাধি, রাবেয়া লাহিব এবং রাদওয়ান আল হাশধি, আর হয়েছে আহত একটি ছেলেসহ আরো অনেকে। | Nel bombardamento, avvenuto nel villaggio di al-Sarin presso Sanhan [en], sono rimasti uccisi Adnan al-Qadhi, Rabeaa Lahib and Radwan al-Hashdhi e feriti altri civili, incluso un ragazzo. |
4 | তবে এই হামলা আগের গুলো থেকে ভিন্ন। কারণ সানহান রাজধানী সান'আ থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে এবং এটা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র নিজ শহর। | Tuttavia, questo bombardamento appare diverso dagli altri, perché Sanhan dista meno di quaranta chilometri dalla capitale Sanaa [it] ed è la città natale dell'ex presidente del Paese Ali Abdulla Saleh. |
5 | অনেক ইয়েমেনি নে্টাগরিকরা উদ্বিগ্ন এবং হতবিহব্বল। | Moltri netizen yemeniti sono allarmati e costernati. |
6 | এখানে তাদের কিছু প্রতিক্রিয়া প্রদত্ত হলো: | Riportiamo di seguito alcune delle loro reazioni. |
7 | ইয়েমেনি এক্টিভিস্ট ইব্রাহিম মোথানা টুইট করেছেন: | L'attivista yemenita Ibrahim Mothana [en, come i link successivi, eccetto ove diversamente indicato] scrive su Twitter: |
8 | @আইমোথানাইয়েমেন: আজকের ড্রোন হামলাটি সান'আ প্রদেশের সানহানে, রাজধানীর সবচেয়ে নিকটবর্তীতম। | @imothanaYemen: oggi viene bombardata con i droni Sanhan, località nel governatorato di Sana'a, la più vicina in assoluto alla capitale tra quelle finora colpite. |
9 | # ইয়েমেন | #Yemen |
10 | @আইমোথানাইয়েমেন: গুগল মানচিত্র: সানহানের আল-সিরিন গ্রাম থেকে ইয়েমেনের রাজধানীর কেন্দ্রস্থলের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার এখানে ক্লিক করুন | @imothanaYemen : Google Map: la distanza tra il villaggio al-Sirin presso Sanhan e il centro della capitale dello yemen è di soli trentasette chilometri. |
11 | সানহান এবং রাজধানী সান'আর মধ্যেকার দূরত্ব প্রদর্শন করা গুগল মানচিত্রের পর্দাছবি | Schermata di Google Maps che mostra la breve distanza tra Sanhan e la capitale Sanaa |
12 | @আইমোথানাইয়েমেন: একজন “নোবেল শান্তি বিজয়ী”র “গোপন যুদ্ধ”! | @imothanaYemen: Bombardamenti tramite droni in una “Guerra Segreta” da parte di un “Premio Nobel”! |
13 | জীবন আর বেশি অধিবাস্তব হতে পারবে না #ইয়েমেন | La nostra vita non potrebbe essere più surreale #Yemen |
14 | ইয়েমেন ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক এডাম ব্যানরন টুইট করেছেন: | Adam Baron, giornalista freelance che vive in Yemen, scrive: |
15 | @এডাম্মব্যারন: আসন্ন> ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টার মধ্যে একটি বার্তা হিসেবে সানহানে সন্দেহভাজন মার্কিন হামলা না হতে দেখাটাই দুস্কর… যদি না এটি একটি উস্কানি হয়। | @adammbaron: è difficile non vedere un messaggio nel sospetto bombardamento americano su Sanhan…se non addirittura una provocazione, visto che arriva appena ventiquattr'ore dopo la rielezione di Obama. |
16 | # ইয়েমেন | #Yemen |
17 | ‘শেষ আশ্রয়স্থল: ইয়েমেন আল কায়েদা এবং আরবে মার্কিন যুদ্ধ' গ্রন্থের লেখক গ্রেগরি জনসেন টুইট করেছেন: | Gregory Johnsen, autore del libro di recente pubblicazione The Last Refuge: Yemen al-Qaeda and America's War in Arabia [en] (L'ultimo rifugio: Al Qaeda in Yemen e la guerra americana in Arabia), scrive su Twitter: |
18 | @গ্রেগরিডিজনসেন: আজকের হামলাটি যদি সত্যিকার অর্থেই একটি মার্কিন হামলা হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আছে: ‘আদনান আল-কাধিকে কী আমেরিকার বিরুদ্ধে সক্রিয় ষড়যন্ত্রকারী বিবেচনা করা হয়েছিল? | @gregorydjohnsen: se il bombardamento di oggi è stato davvero un attacco americano, è importante chiedersi: si riteneva che ‘Adnan al-Qadhi complottasse attivamente contro gli Stati Uniti? |
19 | তিনি আরো যোগ করেছেন: | Successivamente, aggiunge: |
20 | @গ্রেগরিডিজনসেন: এনওয়াইটি (নিউ ইয়র্ক টাইমস) এর নিবন্ধে জিজ্ঞেস করা হয়েছে ওবামা “ড্রোন হামলার উপর তার প্রশাসনের অতি নির্ভরতা পুনর্বিবেচনা” করবে কিনা #ইয়েমেন আজ না সুপারিশ করছে http://nyti.ms/VTrh2e | @gregorydjohnsen: il New York Times si chiede se Obama “Ripenserà alla forte dipendenza dai bombardamenti con droni da parte della sua amministrazione” #Yemen Quello che è avvenuto oggi in Yemen sembra suggerire di no. http://nyti.ms/VTrh2e [en] |
21 | জনসেন তার ব্লগের (ওয়াক আল ওয়াক) সর্বশেষ পোস্ট ‘আদনান আল কাধি এবং তার পরের দিন'-এ উল্লেখ করেছেন: | Johnsen nel suo ultimo post intitolato ‘Adnan al-Qadhi il giorno dopo,' all'interno del blog Waq al Waq fa notare: |
22 | এটা (ভেবে দেখা) গুরুত্বপূর্ণ। | Questo è importante. |
23 | আমার হিসেব মতে মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর ৩৭-৫০টি হামলা প্রচেষ্টায় ১০-১৫ জন মানুষ হত্যা করেছে। | Gli Stati Uniti hanno intrapreso, secondo le mie stime, 37-50 attacchi per tentare di uccidere 10-15 persone quest'anno. |
24 | তাদের অনেকে এখনও জীবিত (দেখুন: নাসির আল-ওয়াহায়সি, সাঈদ আল-শিহরি, কাসিম আল-রায়মি, ইব্রাহিম আসিরি এবং আরো অনেকে), কিন্তু ইয়েমেনের জনগণ মারা যাচ্ছে। | Molti di quei 10-15 sono ancora vivi (ad esempio Nasir al-Wihayshi, Said al-Shihri, Qasim al-Raymi, Ibrahim Asiri e così via) mentre la popolazione civile dello Yemen continua a morire. |
25 | মার্কিন নির্বাচনের ফলাফলের আগে এক্টিভিস্ট এবং ফিলিস্তিনি কবি রেমি কানাজি টুইট করেছেন: | Prima dei risultati delle elezioni, l'attivista e poesta palestinese Remi Kanazi aveva scritto su Twitter: |
26 | @রেমরুম: আমার নাম বারাক ওবামা এবং আমি এই বোমাবর্ষণ অনুমোদন করেছি। | @Remroum: il mio nome è Barack Obama e approvo questo bombardamento. |
27 | #আফগানিস্তান #পাকিস্তান #ইয়েমেন #নির্বাচন২০১২ | #Afghanistan #Pakistan #Yemen #Election2012 |
28 | ইয়েমেনি ব্লগার আফরাহ নাসের ব্যঙ্গাত্মকভাবে টুইট করেছেন: | La blogger yemenita Afrah Nasser osserva sarcasticamente: |
29 | @আফরাহনাসের: “হ্যাঁ আমরা # ড্রোন করতে পারি” #ওবামা #ইয়েমেন #সোমালিয়া #পাকিস্তান | @Afrahnasser:”Yes We Can #Drone!” #Obama #Yemen #Somalia #Pakistan |
30 | তারপরও শুধুমাত্র ইয়েমেনিরা নয় অনেক আরব নেটনাগরিক স্বস্তি পেয়েছে যে মিট রমনি নির্বাচনে জেতেন নি। কারণ অনেকে তাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' আরো বেশি আগ্রাসী বিবেচনা করেছিল। | In ogni caso, molti netizen arabi, e non soltanto yemeniti, si sentono sollevati per il fatto che Mitt Romney non abbia vinto le elezioni, ritenendo che potesse risultare ancora più aggressivo di Obama nella ‘guerra al terrore'. |
31 | তথাপি সাম্প্রতিক হামলাটি থেকে মনে হচ্ছে, ওবামা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে ইয়েমেন সম্পর্কিত তার নীতির কোন পরিবর্তন হচ্ছে না। | Tuttavia, dal recente bombardamento, pare che Obama voglia mandare un chiaro segnale riguardo al fatto che la sua politica in Yemen non cambierà. |
32 | তবে (কথা হচ্ছে) ইয়েমেন আর কতদিন ড্রোন সহ্য করবে? | Per quanto tempo ancora però lo Yemen potrà sopportare questi attacchi? |
33 | ওয়েদাদ আবুদ টুইট করেছেন: | Wedad Abood scrive: |
34 | @ওয়েদাদআবুদ: @বারাকওবামা আরো ৪বছর #ড্রোন হামলা করে নিরপরাধ মানুষ হত্যা, নারী ও শিশুদের ভুলে যাবেন না #কোনড্রোননয় #ইয়েমেন | @WedadAbood: @BarackObama altri quattro anni di attacchi con droni, che uccidono persone innocenti, per non parlare delle donne e bambini #Drone #NoDrones #Yemen |