# | ben | ita |
---|
1 | আফগানিস্তান: কাবুলে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ | Afghanistan: proteste di piazza contro le politiche iraniane |
2 | বৃহস্পতিবার, আফগানিস্তানের নাগরিকরা কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আফগানিস্তান, ইরানে বাস করা আফগান অভিবাসী এবং শরণার্থীর প্রতি ইরানের দুর্ব্যবহারের বিরুদ্ধে। | Giovedì scorso 13 gennaio alcuni cittadini afghani hanno manifestato [en]davanti all'ambasciata iraniana a Kabul, per protestare sia contro i maltrattamenti agli immigrati e ai rifugiati afghani in Iran sia contro il continuo blocco di carburante imposto da Teheran sull'Afghanistan. |
3 | এছাড়াও আফগানিস্তান, তার উপর ইরান আরোপিত তেল নিষেধাজ্ঞার বিরুদ্ধে। | |
4 | আজকের বিক্ষোভের আয়োজক ছিল আফগান সলিডারিটি পার্টি নামক দলটি। | L'evento è stato organizzato [en] dal Solidarity Party afghano. |
5 | ইরান সরকার বলছে যে তেলের উপর আরোপ করা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, যেন ন্যাটো বাহিনী এই তেল না ব্যবহার করতে পারে। | Il governo iraniano sostiene che l'obiettivo del blocco è evitare che le forze NATO prendano il carburante. |
6 | ইরানি নেতাদের ছবি আগুনে পোড়ানো | I manifestanti bruciano le effigi dei leader iraniani |
7 | এই ভিডিওটি প্রদর্শন করছে যে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি এবং রাষ্ট্রপতি আহমেদিনেজাদের ছবি আগুন ধরিয়ে দিয়েছে। | Questo video mostra i manifestanti che danno alle fiamme le immagini del Capo Supremo della Repubblica islamica Ali Khamenei e del Presidente Mahmoud Ahmadinejad. |
8 | জনতা উল্লাসধ্বনি দিচ্ছে, “আহমাদিনেজাদ এবং খামেনি নিপাত যাক”। | La gente grida “Abbasso Ahmadinejad e Khamenei”. |
9 | ইরানি বন্দী, ঘটনার শিকার আফগান নাগরিকরা | Prigionieri iraniani, vittime afghane |
10 | রেডিও কোচেহ আজকের বিক্ষোভের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। | Radio Koocheh ha pubblicato [fa, come i tutti i link successivi] diverse foto sulla manifestazione. |
11 | এই বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা, ইরানে ঘটনার শিকার বেশ কিছু আফগান নাগরিক এবং জেল বন্দী ইরানি রাজনৈতিক কর্মীর ছবি বহন করে (উপরে) | I manifestanti hanno esposto le immagini delle vittime afghane e degli attivisti politici iraniani imprigionati (in alto). |
12 | রেডিও কোচেহ লিখছে যে ডজন খানেক প্রতিবাদকারী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসে পাথর নিক্ষেপ করে। | Secondo Radio Koocheh, inoltre, decine di manifestanti avrebbero lanciato pietre contro l'ambasciata iraniana. |
13 | পোরতেগাল ফারোশ (যার অর্থ, ‘কমলালেবু বিক্রেতা') লিখেছে যে [ফার্সী ভাষায়] ৭ জানুয়ারী শুক্রবার তারিখে, ইরানের বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর কারণ ইরান ২০০ তেল বহনকারী গাড়ির আফগানিস্তানে প্রবেশ বন্ধ করে দেয়। | Porteghal Froosh (che significa “Venditore di arance”) scrive che lo scorso venerdì 7 gennaio c'è stata un'altra manifestazione contro la decisione della Repubblica islamica di bloccare 200 cisterne di carburante che dovevano entrare in Afghanistan. |
14 | এই ঘটনায় আফগানিস্তানে তেলের দাম বেড়ে যায়…। | Secondo il blogger il blocco ha provocato un aumento dei prezzi del carburante. |
15 | আফগান সরকার আন্তর্জাতিক আইন ভঙ্গ করার দায়ে ইরানকে অভিযুক্ত করেছে। | Il governo afghano ha accusato l'Iran, la cui decisione violerebbe le leggi internazionali. |
16 | এগহতেসাদ আফগানিস্তান (যার অর্থ আফগানিস্তানের অর্থনীতি) লিখেছে [ফার্সী ভাষায়] যে আফগানিস্তান তার জ্বালানী তেলের সবটাই আমদানী করে এবং তার মোট জ্বালানী তেলের ৩০ শতাংশ আসে ইরান থেকে। | Eghtesad Afghnestan (che significa “Economia Afghana”) ricorda che l'Afghanistan importa tutto il carburante ad uso interno e che il 30% proviene dall'Iran. |