# | ben | ita |
---|
1 | মালয়েশিয়া: ‘গণতন্ত্র কোথায়?’ | Malaysia: “dov'è la democrazia?” |
2 | দুই সপ্তাহ আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক অফিসে তার পদগ্রহণের ১০০তম দিবস উদযাপন করেছেন। | Due settimane fa il Primo Ministro della Malaysia, Najib Abdul Razak [in], ha festeggiato i primi cento giorni [in] alla guida del governo. |
3 | কিন্তু তার অনেক নির্বাচক মন্ডলির সদস্য এই দিবসে প্রশ্ন করেছেন মালয়েশিয়াতে “গণতন্ত্র কোথায়?” | Molti dei suoi elettori hanno deciso invece di celebrare l'evento chiedendo “Dov'è la democrazia?” in Malaysia. |
4 | সমালোচকরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন। | I critici ritengono che il Primo Ministro abbia minato il sistema di governo democratico del Paese. |
5 | ৭১১ হোয়্যারইজডেমোক্রাসি নামে একটি ব্লগ গঠন করা হয়েছে মালয়েশিয়ার নাগরিকদের এই প্রতিবাদ প্রচারণায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য: | Il blog 711whereisdemocracy [in] è stato creato per incoraggiare i cittadini malaysiani a sostenere la campagna di protesta: |
6 | আমরা এটা কিভাবে করতে পারি? | Come la portiamo avanti? |
7 | সাধারণ একটা প্রশ্ন করে - “কোথায় গণতন্ত্র?”। | Con una semplice domanda: “dov'è la democrazia?”. |
8 | ১০০ দিন পরে, আমরা এখনো ওটা খুঁজছি, আমরা এখনো ওটার অপেক্ষায় আছি, আমরা এখনো ওটার জন্য লড়াই করছি। | Dopo 100 giorni la stiamo ancora cercando, la desideriamo e lottiamo ancora per averla. |
9 | কি করে আপনি এই প্রশ্ন ‘জিজ্ঞাসা' করতে পারেন? | Come ‘porre' tale domanda? |
10 | ছাপিয়ে বা একটা কাগজের টুকরায় এটা লিখে। | Stampala o scrivila su un foglio di carta. |
11 | পুলিশ স্টেশন, আদালত প্রাঙ্গন, সরকারী অফিস, সংসদ ভবন, রাষ্ট্রীয় এসেম্বলি, স্থানীয় কাউন্সিল অফিস ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে এই কাগজকে ধরে রেখে - একটা করে ছবি তুলবেন। | Sventola il foglio davanti a un edificio significativo - una stazione di polizia, il palazzo del Parlamento, il palazzo dell'Assemblea degli Stati federati, l'ufficio del consiglio locale, etc. e fatti una foto. |
12 | সমর্থকরা তাদের ছবি ফেসবুকেও পোস্ট করতে পারেন। | Chi vuole può anche pubblicare tale foto su Facebook [in]. |
13 | এই প্রচারণা তৈরী করা হয়েছে ১ব্ল্যাকমালায়েশিয়া প্রচারণা (নাজিবের ১মালয়েশিয়া শ্লোগানের) অনুকরনে: | La campagna è stata diffusa dal movimento 1BlackMalaysia [in] (riprendendo lo slogan 1Malaysia [in] usato da Najib): |
14 | এক শান্তিপূর্ন কিন্তু শক্তিশালী বার্তা হবে এটি জনসাধারণের কাছ থেকে যে আমরা জনগণ রাজনীতিবিদদের বস আর জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনে শাস্তির হাত থেকে বাঁচতে পারেন না। | Sarà un messaggio di disobbedienza civile pacifico ma potente per far capire che noi cittadini siamo i capi dei politici e che nessun politico che si mette contro l'opinione pubblica può scampare alla punizione durante le elezioni successive. |
15 | জনগণের অবাধ্যতা একটা শান্তিপূর্ন প্রক্রিয়া যেখানে সকল নাগরিক অংশগ্রহণ করে পরিবর্তন আনতে পারেন। | La disobbedienza civile è un atto pacifico a cui ogni cittadino si può unire per fare la differenza. |
16 | এমনকি লেপাক, যিনি জাপানে ছিলেন, তিনিও এই ভার্চুয়াল প্রতিবাদে অংশগ্রহন করেছেন: | Anche Lepak [in], dal Giappone, ha partecipato alla protesta virtuale: |
17 | দৃশ্যত: মালয়েশিয়াতে আমরা গণতন্ত্র দেখতে পাইনা তাই অন্য দেশে এটা খুঁজতে হবে! হাহাহা জাপানে… হয়তো গণতন্ত্র আছে…. | Apparentemente non c'è Democrazia in Malaysia quindi bisogna cercarla in altri Paesi! hahahaha, in Giappone… forse c'è democrazia… forse no… |
18 | হয়তোবা নেই… হুইচুন ও মালয়েশিয়াতে গণতন্ত্র খুঁজছেন: | Anche Huichun [in] è alla ricerca della democrazia in Malaysia: |
19 | আমি কত আশা করি যে মালায়শিয়াতে গণতন্ত্র সর্বব্যাপী ৭/১১ এর মতো সহজলভ্য হবে! | Come vorrei che la Democrazia in Malaysia fosse conveniente e accessibile come gli onnipresenti supermercati 7-Eleven! |
20 | শকুন্তলা মন্তব্য করেছেন: | Shakuntala [in] commenta: |
21 | আপনি পরিচালনার একটা প্রশ্ন করছেন। “কোথায় গণতন্ত্র?” | Anche tu stai ponendo una domanda importante, “Dov'è la democrazia?” |
22 | দু:খজনক কিন্তু এটা কোথাও পাওয়া যায় না। | ; peccato, ma non si riesce a trovarla da nessuna parte. |
23 | খুব অসাবধানী উত্তর? না, মনে হচ্ছে আমাদের নেতারা বোকা বানিয়ে পৃথিবীকে বলছেন যে এটা সত্যিকারের গণতন্ত্র। | È una risposta sconsiderata? no, sembra che i nostri leader abbiano ingannato il mondo dicendo che siamo una vera Democrazia. |
24 | নাকি এটা অস্তিত্ব কেবলমাত্র ধনী আর খ্যাতিমানদের জন্য। | O forse esiste solo per chi è ricco e famoso. |