Sentence alignment for gv-ben-20111011-20668.xml (html) - gv-ita-20111014-46783.xml (html)

#benita
1থাইল্যান্ডের বিপর্যস্ত বন্যা পরিস্থিতির মানচিত্রMappe e info online sulle inondazioni in Tailandia
2এই লেখার সময় পর্যন্ত থাইল্যান্ডে দুই মাসের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৫২ জন মারা গেছে। দেশটির রাজধানী ব্যাংককের অনেক জায়গায় ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে।Nel momento in cui questo articolo viene scritto, 252 persone sono già morte in Tailandia a causa delle forti piogge che hanno investito il Paese per più di due mesi.
3বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করার প্রেক্ষাপটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নাগরিকদের সে বিষয়ে তথ্য প্রদান করার জন্য বিভিন্ন অনলাইন মানচিত্র স্থাপন করা হয়েছে।Gran parte della capitale Bangkok è stata già sommersa [en] dall'acqua. Sono state create una serie di mappe online volte a monitorare le inondazioni e informare il pubblico riguardo l'entità del disastro.
4ব্যাংককের বন্যা।Inondazione a Bangkok.
5ছবি টুইটার খেকে @খুননো-এর সৌজন্যেImmagine di @khunknow, su Twitter
6থাইল্যান্ড বন্যা মানচিত্র ভয়াবহ, জটিল পরিস্থিতি সম্পন্ন এলাকা এবং বন্যা প্রবেশ করেছে এমন এলাকা সমূহকে উল্লেখ করেছে: থাইল্যান্ডের বন্যা মানচিত্রLa mappa contenuta nel Thailand Flood Map [en] mette in risalto le aree ‘particolarmente colpite', le aree ‘a rischio' e quelle ‘interessate' dalle inondazioni.
7নীচে থাই সরকারের থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন সিস্টেম: থাই সরকারের বন্যা পর্যবেক্ষনQui di seguito il sito del Thailand Flood Monitoring System [th] curato dal governo.
8পানির স্তর পরিমাপক পদ্ধতি বিভিন্ন খাল এবং নদীর পানির প্রবাহের উচ্চতা পর্যবেক্ষন করছে : পানি পরিমাপক পদ্ধতিIl sito del Water Measurement System [th] mostra il monitoraggio del livello dell'acqua nei canali e nei fiumi.
9হাইওয়ে বিভাগ বন্যায় আক্রান্ত রাস্তা সমূহকে চিহ্নিত করছে।Il Ministero dei trasporti tailandese identifica le strade impraticabili [th].
10নীচের এই মানচিত্রে লাল গাড়ি মানে সে সব রাস্তা বন্যায় আক্রান্ত হয়েছে এবং এই সব রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব।Il simbolo con l'Auto Rossa indica che la via è allagata e inagibile.
11সবুজ গাড়ি মানে এই সব রাস্তায় বন্যার পানি উঠলেও সাবধানে চলালে এ সব রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব।Il simbolo con l'Auto Verde indica che la via è allagata ma si può percorrere con attenzione.
12আর এখানে নীল লাইন মানে সড়ক বিভাজন।Le Linee Azzurre indicano deviazioni.
13সরকার বন্যার জন্য ব্রাহমান নামক পানি কমানো প্রার্থনার আয়োজন করেছে। এতে ব্যাংককের বন্যা যাতে দ্রুত কমে যায়, তার জন্য পানির “দেবী কাং কার” প্রার্থনা করা হবে।Il governo ha anche organizzato una cerimonia [en] brahman per pregare Kang Ka, la dea dei fiumi, per far diminuire l'inondazione a Bangkok.
14বন্যা আক্রান্তদের সাহায্যের জন্য দ্রুত হটলাইন নাম্বার অনলাইনে পোস্ট করা হয় এবং রেডক্রস থাইল্যান্ডের বন্যায় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।Una lista di numeri di emergenza [th] è stata pubblicata online per aiutare le vittime, mentre la Croce Rossa [en] sta accettando donazioni.
15রিচার্ড ব্যারো ব্যাংককের পরিস্থিতি বর্ণনা করেছে:Richard Barrow scrive riguardo la situazione [en] a Bangkok:
16বন্যা প্রতিরোধ বাঁধ থাকা সত্ত্বেও, বাঁধের বাইরের চাও ফারাইয়া নদী, ব্যাংকক নোই খাল এবং মাহা সোয়াত খালের পাশে বাস করা ২৭ টি সম্প্রদায়ের ১,২০০ পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।Nonostante la presenza di una diga di prevenzione dalle inondazioni, più di 1.200 famiglie appartenenti a 27 comunità al di fuori del riparo delle dighe lungo il fiume Chao Phraya, il canale Bangkok Noi e il canale Maha Sawat si trovano ancora in pericolo.
17আমি মনে করি এই ঘটনায় বিশেষ কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বন্যা দেখা দেবে।Penso che ci saranno solamente inondazioni limitate in alcune zone per brevi periodi di tempo.
18বন্যা থেকে ব্যাংকক শহরটিকে রক্ষার জন্য তারা অনেক কিছু করেছে।In questi anni è stato fatto molto per proteggere Bangkok dalle inondazioni.
19গত বছর আমরা খুব খারাপ পরিস্থিতির শঙ্কা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পরিস্থিতি ততটা খারাপ হয়নি।L'anno scorso ci si aspettava una situazione peggiore, ma dopotutto non è stato così grave.
20নিঃসন্দেহে দেশের বাকী অংশের ক্ষেত্রে কাহিনীটা আলাদা।Per il resto del Paese, però, è un altro discorso.
21বন্যার সময় একটি স্টোরের খালি তাক, ছবি টুইটার ব্যবহারকারী @আইসটিমআইসটিম এর সৌজন্যেScaffali vuoti in seguito alla inondazione. Immagine di @icetimicetim, su Twitter
22বিগত কয়েকদিনে #থাইফ্লাড নামক টুইটার হ্যাশট্যাগটি সক্রিয় হয়ে উঠেছে :Su Twitter l'hashtag #thaiflood è stato molto attivo negli ultimi giorni:
23@টাম্বলার_পি : শুনতে পেলাম যে ব্যাংককের বন্যার পানি বের করে দেবা জন্য যে সব অতিকায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল সেগুলো কাজ করেছে না।@tumbler_p Ho sentito che alcuni dei cosiddetti ‘mega tunnel' di Bangkok progettati per drenare l'acqua non sono operativi.
24দয়া করা আমাকে বলবেন না যে এগুলো মেকি সুড়ঙ্গ..Non ditemi che sono solo stupidi tunnel.
25@ফ্রেকিংক্যাট: কয়েক মাস ধরে প্রবল বর্ষণ হচ্ছে- ব্যাংকক ডুবে যাচ্ছে।@freakingcat La pioggia più intensa di tutti questi mesi - Bangkok sta affogando.
26@ব্যাম্বুহাটস:#থাইফ্লাড, থাইল্যান্ডের যারা বন্যার শিকার তাদের পরিবারের জন্য আমাদের গভীর সমবেদনা রইল।@bamboohuts Le nostre più sentite condoglianze alle vittime di #thaiflood.
27আমরা আশা করছি যে শীঘ্রই এই সঙ্কট কেটে যাবে এবং খুব সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হবে।Speriamo che questa crisi vada via molto presto e con la minor quantità di danni.
28@দিলিলিফিশ: এটা একটা অবিশ্বাস্য বিষয় যে আয়ুত্থায়ার বাসিন্দারা ৩ মিটার পানির নিচে থাকা সত্ত্বেও চাঙ্গা এবং বন্ধুত্বপূর্ণ মনোভার প্রদর্শন করেছে…@TheLilyfish È strano vedere come la gente di Ayutthaya sia così ottimista e cordiale nonostante si trovi 3 metri sott'acqua…
29পানি যাতে আর বাড়তে না পারে তা জন্য বালির বস্তার বাঁধ।Sacchi di sabbia contro la crescita del livello delle acque.
30ছবি টুইটার ব্যবহারকারী @খুননো-এর।Immagine di @khunknow, su Twitter
31@আলেকজান্দ্রচুয়া: রিটুইট @ ভি ভ্যানেসা, থাইল্যান্ডের ৭৭ টি প্রদেশের ৫৫ টি বন্যায় আক্রান্ত, আর বাকিগুলো তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করছে।@alexandrachua RT @Vvanessaaaa: La Tailandia è composta da 77 province, 55 di esse sono inondate e le altre attendono il loro destino.
32@ছাইয়াবেঞ্জ: খোন কায়েনে বন্যার পরিস্থিতি ভয়াবাহ একার ধারন করছে।@ChaiyaBenz Anche l'inondazione nella città di Khon Kaen sta peggiorando.
33নাম্পোং নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।L'acqua del fiume Nampong River sta aumentando! Aiuto!!
34@থাই_ইন্টেল: সংবাদ পাওয়া গেছে যে অনেক শপিং সেন্টারে বিনে পয়সায় গাড়ী রাখার সুযোগ করে দিচ্ছে, যাতে বন্যা আক্রান্ত গাড়ির মালিকরা নিরাপদে গাড়িকে সেখানে রাখতে পারে।#Thaiflood @thai_intel Alcuni giornali dicono che molti centri commerciali tailandesi stanno offrendo parcheggio gratuito affinchè i possessori di automobili scampati all'inondazione possano tenerle al sicuro.
35@তুলসাথিত: বন্যা দেশের প্রায় ১,২০০ ফ্যাক্টরিকে আক্রান্ত করেছে, যার ফলে ৪১,০০০ শ্রমিক ক্ষতিগ্রস্থ হয়েছে।@tulsathit Le inondazioni paralizzano più di 1200 fabbriche a livello nazionale e colpiscono 41.000 lavoratori.
36সরকার ফ্যাক্টরিগুলোকে বন্ধ রাখতে বলেছে কিন্তু শ্রমিকদের ছাঁটাই করতে মানা করেছে।Il governo ha chiesto alle imprese di stringere i denti e di non licenziare nessuno.