Sentence alignment for gv-ben-20090819-5289.xml (html) - gv-ita-20090819-7061.xml (html)

#benita
1আমেরিকা: “বুধবারে আমাকে চলে যেতে হবে”Stati Uniti: “Mercoledì verrò espulsa”
2হের্টা লুশো ১৯ বছর বয়স্ক এক ছাত্রী। সে এক বিপদের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হবার বিপদ।Ultimora: in un incontro con le autorità del 19 agosto Herta ha saputo che potrà rimanere nel Paese fino al 9 novembre.
3তাকে এদেশ থেকে ১৯শে আগষ্ট বুধবার আলবেনিয়া চলে যাবার আদেশ দেয়া হয়েছে।Ha aggiunto che i suoi avvocati hanno presentato un enorme quantità di lettere di sostegno.
4সর্বশেষ খবর: ১৯শে আগষ্ট যখন হের্টা কর্তৃপক্ষের কাছে যায় তখন তাকে বলা হয়েছে যে সে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত থাকতে পারবে আমেরিকায়।
5সে জানাচ্ছে যে তাকে সমর্থন করে পাঠানো চিঠিগুলো তার ফাইলের সাথে জুড়ে দেয়া হয়েছে তার এটর্নির অনুরোধে এবং সেই চিঠিগুলো ৯ ইঞ্চি উঁচু হয়েছে।
6আন্দোলন এখনও চলছে।La campagna prosegue.
7ড্রিমঅ্যাক্টিভিস্ট.
8অর্গ ও অন্য অভিবাসী অধিকার আন্দোলনের ব্লগাররা আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছে তাকে সাহায্য করার ও দেরি করে পাঠানোর জন্য যতক্ষণ না নতুন আইন কাজ করা শুরু করে, এর ফলে সে এ দেশে থাকতে পারবে।
9এবং তারা অনেক গুলো উপায়ের তালিকা তৈরি করেছে যার মধ্য দিয়ে লোকদের সাহায্য করতে পারা যাবে।Herta Llusho è una studentessa di diciannove anni che mercoledì 19 agosto rischia di essere deportata dagli Stati Uniti all'Albania.
10এর মধ্যে রয়েছে সিনেটর বা সংসদ সদস্যদের জানানো, (ফেসবুক) গ্রুপে যোগদান করা ও সংগঠনে অথবা খুব সাধারণভাবে কোন এক ব্লগে তার ঘটনা পোস্ট করা। হের্টার গল্পGli attivisti di DreamActivist.org e altri blogger che sostengono i diritti dei migranti rivolgono un appello a tutti gli americani [in] perchè s'impegnino per ritardarne l'espulsione finchè non entri in vigore la nuova legislazione [in] che le consentirebbe di restare [negli Stati Uniti].
11হের্টা লুশো ডেট্রয়স মার্সি বিশ্ববিদ্যালয়ের এক নবাগতা ছাত্রী।
12তার বিষয় হচ্ছে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (তড়িৎ প্রকৌশল)। আট বছর আগে হের্টা লুশো তার মায়ের সাথে আলবেনিয়া থেকে আমেরিকায় আসে।Vengono anche specificati i numerosi modi con cui è possibile dare una mano, tra cui: rivolgersi a senatori e deputati, unirsi a gruppi e organizzazioni già attive o semplicemente scrivere del caso sul proprio blog.
13সে সময় সে ছিল এক শিশু।La storia di Herta
14স্বপ্নের আমেরিকায় বাস করার জন্য তাদের এই আগমন।Herta Llusho è una matricola all'Università Mercy di Detroit nel corso di ingegneria elettronica.
15এরপর সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।Otto anni fa, ancora una bambina, Herta Llusho era arrivata negli Stati Uniti dall'Albania con la madre, alla ricerca del “Sogno Americano”.
16বন্ধুদের সাথে লুশো (বা দিক থেকে তৃতীয়) তার উচ্চ বিদ্যালয় সমাপনী অনুষ্ঠানেSi è diplomata alle scuole medie e al liceo con ottimi voti.
17আইনের সংজ্ঞা অনুসারে হের্টা বৈধ অভিবাসী নয়, যাদের বলা হয় “আনডকুমেন্টেড ইমিগ্রান্ট”।Llusho (terza da sinistra) insieme ad alcune amiche alla cerimonia per il diploma di scuola superiore.
18কিন্তু যখন সে আমেরিকায় আসে, সেই বছর থেকে তার জন্য তারা পরিবার বৈধ নাগরিকত্বের যোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছিল।Herta è una “immigrata priva di documenti”, anche se la famiglia ha cercato di regolarizzarne lo status legale fin dal primo anno di permanenza negli Stati Uniti.
19আগস্টের ১৯ তারিখে, হের্টার ভবিষ্যৎ নিয়ে তাদের আশাবাদ বন্ধ হয়ে যাবে।Il 19 agosto le speranze per il suo futuro potrebbero andare in frantumi.
20এই দিনে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নামের প্রতিষ্ঠান তাকে আলবেনিয়ায় পাঠিয়ে দেবার পরিকল্পনা করেছে।
21ড্রিমঅ্যাক্টিভিস্ট. অর্গের সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে হের্টা লিখেছে:È questa la data in cui il Dipartimento per la Sicurezza Nazionale intende rimpatriarla in Albania.
22“আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নামের প্রতিষ্ঠান দ্বারা আমি বহিষ্কৃত হবো সেই দেশ থেকে, যে দেশকে আমি আমার একমাত্র স্বদেশ বলে জেনেছি।
23আমাকে এমন এক দেশে ফিরে যেতে হবে, যে দেশ এখন আমার কাছে বিদেশে পরিণত হয়েছে।In una email inviata ai lettori di Dreamactivist.org, Hersha scrive:
24এমনকি আমি এখন আর আলবেনিয়ার ভাষাও ভালো মত বলতে পারি না”। হের্টার বাবা আলবেনিয়ায় থাকে।“A dispetto dei nostri sforzi, il 19 agosto il Dipartimento per la Sicurezza Nazionale mi espellerà dall'unico luogo che riconosco come casa mia.
25তার মা এবং ভাইবোনেরা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সাহস করেছে।Verrò rimandata in un Paese che mi è diventato estraneo. Non parlo nemmeno più tanto bene l'albanese.”
26“আমার পিতামাতা আমাকে আমেরিকায় নিয়ে আসে কারণ এই দেশটি যে প্রতিশ্রুতি দেয় তাতে তারা বিশ্বাস করেছিল।Il padre di Herta è rimasto in Albania, mentre la madre e gli altri figli si sono avventurati oltre l'Oceano Atlantico.
27তাদের কাছে এই দেশটি ছিল অসীম সম্ভাবনা , মূল্যবোধ এবং আদর্শের জায়গা।“I miei genitori mi avevano portato negli Stati Uniti perchè credevano alle promesse offerte da questo Paese.
28তারা স্বপ্নের আমেরিকার প্রতি বিশ্বস্ত ভাবে বিশ্বাস করেছিলেন।Per loro, si tratta della terra delle opportunità, dei valori, degli ideali.
29তার মানে কঠোর পরিশ্রম, শিক্ষা এবং ভালো চরিত্রের মাধ্যমে তাদের সন্তানরা যা চাইবে তাই তারা অর্জন করতে পারবে”।Credevano fermamente nel Sogno Americano, e cioè che attraverso il duro lavoro, lo studio, e la giusta indole, i figli potessero ottenere qualsiasi cosa volessero.”
30এই ভিডিওটি তৈরি করেছে সিটিজেন অরেঞ্জের কাইল ডে বুয়াসেট।In questo video, Herta spiega insieme a Kyle de Beausset di Citizen Orange quanto sta passando.
31হের্টা ব্যাখ্যা করছে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে।Blogger a sostegno di Llusho
32লুশোর জন্য ব্লগিং করা অনেক ব্লগার হের্টার জন্য লিখেছে এবং তাদের পাঠকদের উৎসাহ প্রদান করেছে হের্টার ঘটনার জন্য লড়াই করতে।Diversi blogger hanno parlato di Herta [in], incoraggiando i lettori a darsi da fare per la sua causa: tra questi, American Humanity [in], B-Listed [in], Documenting Me [in], Nuestra Voice [in] e Standing FIRM [in].
33এর মধ্যে রয়েছ আমেরিকান হিউমানিটি, বি-লিস্টেড, ডকুমেন্ট মি, নুয়েস্ত্রা ভয়েস এবং স্ট্যান্ডিং ফার্ম। চেঞ্চ.Change.org ha organizzato una petizione online [in] per aiutare Herta, mentre la SEIU (Service Employees International Union) consente di telefonare [in] direttamente dal proprio sito al Dipartimento per la Sicurezza Nazionale.
34অর্গ হের্টাকে সাহায্য করার জন্য অনলাইনে এক দরখাস্ত দিয়েছে এবং সিইইয়ু (সার্ভিস এমপ্লইয়ি ইন্টারন্যাশনাল ইউনিয়ন) এর সাথে সিনেটরদের ফোন করার সুবিধা দিচ্ছে তাদের ওয়েব সাইটে।
35ফেসবুকে হের্টার ঘটনা প্রায় ২০০০ এর বেশি সমর্থককে আকর্ষণ করতে পেরেছে।Su Facebook [in] la causa ha ormai raccolto oltre 2.000 sostenitori.
36কাইল সিটিজেন অরেঞ্জে লিখেছে হের্টা ও তার বড় ভাই লির্জন এর সাথে সাক্ষাৎ-এর কথা। হের্টার ভাই লির্জন এর ছাত্র ভিসা রয়েছে।Kyle, del sito Citizen Orange, parla del suo incontro [in] con Herta e con il fratello maggiore Lirjon, che ha un visto USA da studente.
37“লির্জন এবং হের্টা এক অন্যরকম ব্যক্তি।“Lirjon e Herta sono persone incredibili.
38হের্টা খুব সৌভাগ্যবান যে সে লির্জন এর মতো ভাই পেয়েছে। তার এই ভাই, বোনের জন্য নিরন্তর কথা বলে যাচ্ছে।Herta è davvero fortunata ad avere un fratello come Lirjon, che va instancabilmente dedicandosi al suo caso.
39এমনকি যে ছোট্ট সময়ে লির্জন এবং হের্টা আমাদের পরিবারের সাথে পরিচিত হয়, সে সময় তারা এক বিশাল প্রভাব তৈরি করতে সক্ষম হয়।Persino nel breve periodo in cui i due fratelli si sono presentati alla mia famiglia hanno lasciato un'ottima impressione.
40এটা আমার জন্যেও এক বিশেষ মুহূর্ত ছিল।Ed è stato un momento speciale anche per me.
41আমার পরিবার আমাকে কম্পিউটারে টাইপ করতে দেখে অভ্যস্ত ছিল। এই প্রথম এমন কারো সাথে তাদের সাক্ষাৎ হল যাদের জীবনকে আমি প্রভাবিত করছি”।Di solito, la mia famiglia è abituata a vedermi lavorare al computer, ma questa è la prima volta che hanno potuto incontrare le persone in carne ed ossa sulla cui vita cerco di avere un impatto.
42তিনি বলে যাচ্ছেন:Kyle continua:
43“হের্টা হয়তো আমাকে এইভাবে বর্ণনা করতে দিতে চাইবে না, কিন্তু আমি বলবো আমেরিকা তার মুখে থুতু ছিটিয়েছে এবং তার উত্তর সে দিয়েছে ভালোবাসা দিয়ে।“Probabilmente Herta non vorrebbe che ne parlassi in questi termini, ma gli Stati Uniti le hanno sputato in faccia e lei ha risposto solo con amore.
44এটাই গভীর সত্য যে বিচার না পাওয়া কারো মুখে যদি গভীর ভালোবাসার চিহ্ন থাকে, এমনকি যদি তা একজন মাত্র ব্যক্তির মুখে থাকে, তা হলে তা মহাবিশ্বের লক্ষ ক্রোধান্বিত প্রতিবাদকারীর চেয়েও অনেক কাজের হয়।Quell'amore vero, profondo e caloroso che, pur provenendo da una sola persona, di fronte alle ingiustizie riesce a migliorare il mondo assai più di quanto possano mai fare milioni di manifestanti furibondi.
45আমেরিকায় থাকার জন্য হের্টা যে ভাবে লড়ছে তাকে গন্ধী বলত “সত্যগ্রহ”।
46ড: রেভারেন্ড মার্টিন লুথার কিং, জুনিয়র যার অনুবাদ করেছিলেন “সত্যের শক্তি” অথবা “সত্যিকার-ভালোবাসা”। যারা হের্টাকে সমর্থন করছে তারাও সত্যগ্রহে অংশগ্রহণ করছে”।Nella sua lotta per restare negli Stati Uniti, Herta sta dando vita a quella che Ghandi avrebbe definito “satyagraha”, che il Reverendo Martin Luther King traduceva in “forza dell'amore” o “forza della verità”.
47“আমি ক্রমাগত বিশ্বাস করে যাই …”Anche quanti stanno aiutando Herta partecipano di questa satyagraha.”
48ড্রিমঅ্যাক্টিভিস্ট.“Io continuo a crederci…”
49অর্গ, সিটিজেন অরেঞ্জ, এবং আরো অনেকের সমর্থনে- হের্টা তার গল্প সারা বিশ্বকে জানাচ্ছে।Col sostegno di DreamActivist, Citizen Orange e molti altri, Herta è riuscita a condividere la propria storia col mondo intero.
50তাদের আশার নাম এক প্রস্তাবিত আইন, যার নাম ড্রিম এ্যাক্ট, যা শীঘ্রই পাশ হতে যাচ্ছে।La loro speranza è che venga approvata quanto prima la proposta di legge nota come The DREAM Act [in].
51এই আইনের ফলে বৈধতার কাগজ তৈরি না হওয়া ছাত্রেরও এই দেশে থাকার অধিকার থাকবে, যেমন হের্টা।La norma consentirebbe ad altri studenti privi di documenti, proprio come Herta, di diventare residenti permanenti in base a certi prerequisiti, come l'età all'arrivo in USA e gli anni di studio.
52যাদের “নির্ধারিত প্রমাণপত্রযুক্ত কাগজ নেই” এমন ছাত্রদের বৈধ অভিবাসী হবার সুযোগ থাকবে, তবে তা নির্ভর করবে বিশেষ শর্তের উপর, যেমন পড়াশোনার জন্য আগমনের সময় তার বয়স কত ছিল।Anche se i legislatori federali avevano respinto la proposta nel 2007, la stessa è stata reintrodotta, con alcune modifiche, nel marzo 2009, e i suoi sostenitori sperano [in] che riesca a ottenere il consenso necessario per l'approvazione ora che Obama è Presidente.
53যদিও কেন্দ্রীয় আইন প্রণেতারা ২০০৭ সালে প্রথমবার আনা এই বিল বাতিল করে দিয়েছিল।Se fosse approvata, si stima che sarebbero circa 65.000 gli studenti privi di documenti, entrati nel Paese da bambini, cui verrebbe permesso di restare.
54২০০৯ সালের মার্চ মাসে কিছু পরিবর্তন করে তাকে পুনরায় উপস্থাপন করা হয় এবং সমর্থকরা আশা করছেন এই আইন এতটা সমর্থন লাভ করবে যে তা রাষ্ট্রপতি বারাক ওবামার অফিস থেকে পাশ হয়ে আসবে।
55এই আইন চালু হলে অনেকের লাভ হবে। হিসেব করে দেখা গেছে যে সারা আমেরিকায় বৈধ কাগজ নেই এমন প্রায় ৬৫,০০০ জন ছাত্র রয়েছে।Herta spera che la sua vita possa prendere la stessa svolta capitata ad un altro studente immigrato privo di documenti, il diciottenne Taha [in] del New Jersey.
56তারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ও থাকার অনুমতি পায়।
57হের্টা আশা করছে তার জীবন হয়তো অন্য আরেক অনুমোদনহীন ও অভিবাসী ছাত্র, ১৮ বছর বয়স্ক তাহার মতো ঘুরে দাড়াবে। তাহার জীবন এক বিশেষ ভাবে বাক নিয়ে নেয়।Taha sarebbe stato rimpatriato nella terra d'origine del Bangladesh, ma il sostegno di due senatori e altri cittadini statunitensi ha portato la Sicurezza Nazionale a rinviarne le operazioni di espulsione.
58তাহা নিউ জার্সিতে থাকত।Adesso è Herta a chiedere la stessa cosa.
59সেখান থেকে তাকে তার পুর্বপুরুষদের দেশ “বাংলাদেশে” পাঠিয়ে দেবার প্রস্তুতি নেওয়া হয়েছিল -তবে দুজন সিনেটর ও অন্য আমেরিকানদের সহায়তার কারণে-হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস তার এই বহিষ্কারাদেশ বাতিল করে।
60এখন লুশো একই ভাবে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে: “আমার এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন যতক্ষণ না আমি আমার কলেজের পড়া শেষ করি অথবা ড্রিমএ্যাক্ট পাশ না হয়।“Aiutatemi a rinviare la deportazione finchè non finirò il college o finchè non verrà approvato il DREAM Act. Aiutatemi a rinnovare la promessa dell'American Dream per me, così che insieme potremo rinnovarla per tutti quanti.”
61আমার আমেরিকার স্বপ্ন পুরণের প্রতিশ্রুতি পুনরায় বাস্তবায়নে আমাকে সাহায্য করুন, যাতে এক সাথে আমরা সকলের আমেরিকান ড্রিম বা আমেরিকায় বসবাসের মাধ্যমে যে স্বপ্ন পুরণের প্রতিশ্রুতি তৈরি হয় তা নূতন করে বাস্তবায়নে কাজ করতে পারি।