# | ben | ita |
---|
1 | সম্ভবত ইয়েমেন সম্পর্কে আপনার না শোনা ৭ টি ভালো খবর | Yemen: 7 buone notizie che non avete mai sentito |
2 | ইয়েমেন থেকে যত দুঃখের এবং সহিংসতার খবর আসছিল তার মধ্যে সবই গুপ্তহত্যা, বোমা বিস্ফোরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং অপহরণের খবর। | Fra tutte le notizie tristi e violente che arrivano dallo Yemen, assassinii, esplosioni di bombe, gli attacchi dei droni USA e i sequestri, siamo riusciti a scovare alcuni piccoli elementi che forse vi siete persi: |
3 | এসব খবরের মধ্য থেকে আমরা এমন কিছু খবর বের করে এনেছি যা হয়তোবা আপনারা পাননিঃ | |
4 | ১. ইয়েমেনের কয়েক জন বিপ্লবী তরুণ দুই বছর জেলে কাটানোর পর তাদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় অবশেষে তাঁদেরকে মুক্তি দেয়া হয়েছে। | 1. Dopo due anni dietro le sbarre e nessuna accusa nei loro confronti, alcuni dei Giovani Rivoluzionari dello Yemen sono stati rilasciati [en, come i link seguenti, salvo diversa indicazione], sebbene alcuni di loro siano ad oggi ancora in prigione. |
5 | যদিও কয়েক জন তরুণ এখন পর্যন্ত কারাগারে আছে। | I Giovani Rivoluzionari yemeniti che sono stati rilasciati, di fronte al carcere di Sana'a |
6 | সানার কেন্দ্রীয় কারাগারের সামনে মুক্তিপ্রাপ্ত ইয়েমেনের যুব বিপ্লবের সদস্যরা ২. সাংবাদিক আব্দুলিল্লাহ হায়দার শায়ে প্রায় তিন বছর ধরে কারাগারে ছিলেন। | 2. Il giornalista Abdulillah Hayader Shaye, che è stato imprigionato per quasi tre anni, per aver svelato un attacco missilistico USA nel remoto villaggio di montagna di Al-Ma'jallah, che ha causato 41 morti, è stato rilasciato e ha ricevuto il Premio per i Diritti Umani Alkaramah. |
7 | আল-মাজাল্লাহের প্রত্যন্ত পাহাড়ি গ্রামে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র আক্রমণ সম্পর্কে জনসমক্ষে প্রকাশ করায় তাকে গ্রেপ্তার করা হয়। | Ma non ha potuto partecipare alla cerimonia che si è svolta a Ginevra e ricevere il premio di persona, perché si trova attualmente agli arresti domiciliari e non gli è permesso lasciare il Paese. |
8 | সে হামলায় ৪১ জন লোক মারা গেছেন। সম্প্রতি তাকেও মুক্তি দেয়া হয়েছে। | La giornalista Iona Craig e il giornalista investigativo autore de “La guerre dei droni”, Jeremy Scahill, hanno ritirato il premio per suo conto. |
9 | তিনি আলকারামাহ মানবাধিকার রক্ষকদের পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন। | Con @ionacraig a Ginevra per l'@AlkaramaHR Award, per celebrare il giornalista yemenita @AbdulEla |
10 | কিন্তু তিনি জেনেভাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে পুরস্কার নিতে পারছেন না। | 3. Il film yemenita “Karamah Has No Walls“, che documenta i sanguinari eventi del 18 marzo 2011, avvenuti durante la rivoluzione yemenita, diretto dalla regista scozzese-yemenita Sarah Ishaq, è stato selezionato per una nomination all'Oscar. |
11 | কারন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং দেশ ছেড়ে যেতে অনুমতি দেয়া হয়নি। | “Karamah” in arabo significa “dignità”. Ecco il trailer: |
12 | সাংবাদিক ইয়না ক্রেইগ এবং তদন্তকারী সাংবাদিক ও “ড্রোন যুদ্ধ” বইটির লেখকজেরেমি স্কেহিল তার পক্ষ থেকে পুরষ্কারটি গ্রহণ করেন। | |
13 | ইয়েমেনের সাংবাদিক @আব্দুলইলাকে @আলকারামাএইচআর পুরষ্কারে ভূষিত করে শ্রদ্ধা জানাতে জেনেভাতে @ইয়নাক্রেইগের সাথে। | |
14 | ৩. টেডেক্সসানা গত বছর সফলভাবে শুরু হওয়ার পর, এবছর “সক্রিয় বিষয়বস্তু” মূলমন্ত্র নিয়ে আরেকটি ঘটনা ঘটিয়েছে। | Sarah Ishaq ha inoltre diretto il film documentario “The Mulberry House“, che è stato trasmesso in numerosi festival internazionali del cinema nel mondo. |
15 | টেডেক্সসানার মতো এটিও ১১ ডিসেম্বর, ২০১৩ তারিখে সফলভাবে যাত্রা শুরু করেছে। অনেক প্রচেষ্টা এবং ব্যাপক আয়োজনের মাধ্যমে এটি শুরু করা হয়েছে। | 4. Lanciato con succeso lo scorso anno, TedxSanaa ha tenuto quest'anno un altro evento sul tema “Le azioni contano” [it], che ha avuto lo stesso risultato positivo di TedxAden, avviato ll'11 dicembre 2013. |
16 | এটিকে ক্রিয়েটিভ ফ্ল্যাশ মবের সাথে ঘোষণা দিয়ে শুরু করা হয়েছে। আলোচনার জন্য নির্বাচিত বক্তাবৃন্দকে উদ্বুদ্ধ করতে এবং আরো নানা ধরণের বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। | Nella costituzione del progetto sono stati riposti un grande sforzo e un'ottima organizzazione, a cominciare dal flash-mob creativo che lo annunciava, fino allo stimolante elenco di oratori e la varietà di soggetti in esso inclusi. |
17 | ৪. “কারামার কোন সীমানা নেই” নামক ইয়েমেনের চলচ্চিত্রটিতে ১৮ মার্চ, ২০১১ তারিখের ইয়েমেনের বিপ্লবের এই রক্তাক্ত ঘটনা তুলে ধরা হয়েছে। | 5. La coppia olandese che era stata rapita, la giornalista Judith Spiegel e il suo compagno Boudewijn Berendsens, è stata infine rilasciata in tutta sicurezza dopo sei mesi di prigionia. |
18 | ইয়েমেনি/ স্কটিশ চলচ্চিত্র পরিচালক সারা ইশাক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। | I due erano disarmati e hanno affermato di aver ricevuto un buon trattamento dai loro rapitori. |
19 | তিনি অস্কার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। | Judith ha dichiarato nel suo primo post su Facebook dopo il rilascio: |
20 | আরবিতে কারামাহ বলতে বোঝায় মর্যাদা। | Sì sì sì siamo liberi! |
21 | চলচ্চিত্রটি এখানে পাওয়া যাবেঃ | Stiamo molto bene. |
22 | সারা ইশাক “দ্যা মালবেরী হাউজ” নামে একটি প্রামাণ্যচিত্রও পরিচালনা করেছেন। | Vi contatteremo presto, ma per ora: grazie mille per il supporto che ci avete dato. |
23 | এই চলচ্চিত্রটিও সারা বিশ্ব জুড়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছে। | |
24 | ৫. ডেনমার্কের নাগরিক সাংবাদিক জুডিথ স্পিগেল এবং তার স্বামী বৌডেয়িজিন বেরেন্ডসেনকে অপহরণ করা হয়েছিল। | |
25 | ছয় মাস বন্দি রাখার পর অবশেষে তাঁদেরকে অক্ষত অবস্থায় মুক্তি দেয়া হয়েছে। | Non potete immaginare quanto sia stato meraviglioso è stato e lo è ancora per noi e per le nostre famiglie. |
26 | তাদের কোনরকম ক্ষতি করা হয়নি এবং তাদের অপহরণকারীদের পক্ষ থেকে বলা হয়েছে তাঁদেরকে খুব ভালোভাবেই আপ্যায়ণ করা হয়েছে। | |
27 | মুক্তির পর জুডিথ তার প্রথম ফেসবুক পোস্টেই বলেছেনঃ | Vi vogliamo bene e amiamo ancora lo Yemen (fatta eccezione per alcuni stronzi). |
28 | হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন মুক্ত! | |
29 | আমরা খুব ভালো আছি। | Judith e Bou |
30 | আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো। | La giornalista olandese Judith Spiegel e il suo compagno Boudewijn Berendsen |
31 | কিন্তু শুধুমাত্র এখনকার জন্যঃ আপনাদের সব ধরণের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। | Un murales dell'artista yemenita Murad Subay, in solidarietà con Judith durante il suo sequestro. |
32 | আপনারা বিশ্বাস করবেন না যে এটা কতোটা অদ্ভূত ছিল। | 6. Il 15 dicembre è passata al parlamento yemenita una legge che vieta gli attacchi dei droni. |
33 | এটি এখনো আমাদের এবং আমাদের পরিবারের জন্য খুবই অদ্ভূত একটি অভিজ্ঞতা। আমরা আপনাদেরকে ভালোবাসি এবং আমরা এখনো ইয়েমেনকে ভালোবাসি। | Il paese è stato vittima di continui attacchi dei droni degli USA per anni, e recentemente c'è stato un attacco drone che ha colpito uccidendo 17 civili che stavano prendendo parte a un matrimonio in Yemen. |
34 | ডাচ সাংবাদিক জেদিথ স্পিগেল এবং তাঁর সহযোগী বউডেয়িজিন বেরেন্ডসেন জুডিথের অপহরণের সময় তাঁর সাথে একাত্মতা প্রকাশ করে ইয়মেনি শিল্পী মুরাদ সাবেরের দেওয়াল অংকন। | Certo, suona come una buona notizia, ma è stata semplicemente un'azione simbolica, dal momento che i legislatori possiedono in realtà poteri limitati, soprattutto quando lo stesso presidente del Paese supporta i droni e non ci sono segnali che questi possano essere fermati in breve tempo. |
35 | ৬. কয়েক বছর ধরে ক্রমাগতভাবে মার্কিন ড্রোন হামলা চলেছে। | E' stato riferito che nessun membro del parlamento ha votato contro il drone di oggi. |
36 | বিশেষকরে ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় তাদের ওপর ড্রোন আক্রমণের ফলে ১৭ জন সাধারন লোক নিহত হয়েছে। | |
37 | তাই ইয়েমেনের সংসদ ১৫ ডিসেম্বর, ২০১৩ তারিখ রোজ রবিবারে ড্রোন হামলাকে নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। | |
38 | হ্যাঁ, এটি একটি খুশীর সংবাদ বলে মনে হচ্ছে। | Per dire. |
39 | কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন প্রণেতাদের ক্ষমতা খুব সীমিত করে রাখা হয়েছে ততক্ষণ পর্যন্ত এটিকে কেবল মাত্র একটি প্রতীকী আইন বলেই মনে হবে। | |
40 | বিশেষকরে, যখন দেশটির প্রেসিডেন্ট নিজেই ড্রোনগুলোকে অনুমোদন দিয়েছেন এবং যখন ড্রোন হামলা বন্ধ করার জন্য শীঘ্রই কোন পদক্ষেপ নেয়া না হচ্ছে, তখন আইনটিকে কেবলমাত্র একটি প্রতীকী আইন বলেই মনে হচ্ছে। | |
41 | বলা হয়েছে এমন একজনও মন্ত্রী পাওয়া যায় নি, যিনি আজকের এই ড্রোনের বিরুদ্ধে সংসদে ভোট প্রদান করেছেন। | |
42 | #ইয়েমেন | #yemen |
43 | এই পরিপ্রেক্ষিতে বলা যায়, #ইয়েমেনের সংসদের ড্রোন নিষিদ্ধকরণের আইন পাস করা একটি প্রতীকী অভিব্যক্তি ছাড়া আর কিছুই নয়। | A questo punto, ci sono pochi indizi che suggeriscono che il divieto del parlamento dello #yemen sull'uso dei droni sia qualcosa di più di un gesto simbolico. |
44 | ৭. অবশেষে দক্ষিণের ইস্যু সমাধানের একটি পথ পাওয়া গেছে। | 7. Infine, è stato finalmente concordato un percorso per quanto riguarda la questione del “meridionale”. |
45 | ইয়েমেনের দক্ষিণাঞ্চলে কিছু মাত্রায় স্বৈরশাসনের অনুমোদন দেয়া হয়েছে। | |
46 | উত্তর এবং দক্ষিণ ইয়েমেনের মধ্যকার ঐক্য নস্যাৎ করতে ১৯৯০ সালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শুরু হয়। প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি একটি কমিটি গঠন করেছেন। | Sono state garantite alcune autonomie per le regioni meridionali dello Yemen, in seguito ai reclami del movimento secessionista, che reclama la fine dell'unità fra il Nord e il Sud dello Yemen, avvenuta nel 1990. |
47 | দক্ষিণ অঞ্চলকে দু'টি ভাগ করা এবং উত্তরাঞ্চলকে চারটি ভাগে ভাগ করা অথবা উত্তর ও দক্ষিণকে দুইটি বৃহৎ স্বতন্ত্র স্বত্বায় ভাগ করা, এই দু'টি বিকল্প পথের মধ্য থেকে এই কমিটি যেকোন একটি পথ বেছে নিবে। | |
48 | শেষ খবরের টুকরোটি ভালো না খারাপ তা এতো শীঘ্রই নির্ধারণ করা যাচ্ছে না। | Una commissione, formata dal presidente Abdu Rabu Mansour Hadi, sceglierà se formare due regioni nel sud e quattro nel nord, o due grandi entità, una a nord e una a sud. |
49 | কিন্তু এটিকে আমরা এই পোস্টের একটি গঠনমূলক চেষ্টার কাতারেই রাখছি। আমরা আশা করছি, ইয়েমেন থেকে আগামী বছরে আরো ভালো ভালো খবর শোনা যাবো! | E' troppo presto per stabilire se queste ultime novità siano positive o negative, ma noi continuiamo ad essere ottimisti e a sperare di sentire più notizie positive dallo Yemen per il prossimo anno! |