Sentence alignment for gv-ben-20131213-40598.xml (html) - gv-ita-20131212-88706.xml (html)

#benita
1ফেসবুকে “ডিজিটাল মাস্তানি”র শিকার হলেন ফুটবল তারকা মেসিIran: “Ultras digitali” iraniani attaccano la pagina Facebook di Messi
2আর্জেন্টিনার ফুটবল তারকা লিও মেসি'র ফেসবুক পেজ।Argentinian footballer Leo Messi's Facebook page
3এবার “ডিজিটাল মাস্তানি”র শিকার হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ইরানের হাজারখানেক মানুষ মেসি'র ফেসবুক পেজে গিয়ে তাকে তীব্র ভাষায় আক্রমণ ও অপমানজনক পোস্ট করেন।Degli “Ultras digitali” provenienti dall'Iran hanno bombardato con migliaia [fa, come gli altri link, salvo diversa indicazione] di insulti [en] e minacce in persiano la pagina Facebook del calciatore argentino Lionel Messi [es], dopo che sabato erano stati sorteggiati [en] i gruppi della Coppa del Mondo.
4গত শনিবার বিশ্বকাপ ফুটবলের গ্রুপ নির্ধারণী ড্রয়ের পর এই আক্রমণের ঘটনা ঘটে।Argentina, Iran, Bosnia-Erzegovina e Nigeria sono capitate insieme.
5বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইরান, নাইজেরিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা একই গ্রুপে পড়েছে।
6মেসির পেজে গিয়ে যেসব মন্তব্য করা হয়েছে, তার বেশিরভাগই ছিল আপত্তিকর।Molti commenti utilizzano un linguaggio veramente osceno [en].
7ইরানের অনেক নাগরিক মেসির প্রতি এই সাইবার আক্রমণকে লজ্জাকর বলে অভিহিত করেছেন।Molti Iraniani hanno pubblicato commenti e tweet definendo questo cyberbullismo vergognoso.
8কারগান টুইট করেছেন:L'utente Kargadan ha scritto in un tweet:
9ইরানের সম্মান বাঁচাতে জুকারবার্গ [ফেসবুকের প্রতিষ্ঠাতা] এবং ইরানি সরকারকে হাতে হাত মিলিয়ে ফেসবুক থেকে এইসব আপত্তিকর মন্তব্য মুছে ফেলতে হবে।Zuckerberg [il fondatore di Facebook] e il governo iraniano dovrebbero collaborare a quattro mani per ripulire la pagina Facebook dagli iraniani, per salvare il nostro onore.
10সুসকাক টুইট করেছেন:L'utente Sooskak ha scritto in un tweet:
11এটা ভালো যে ইরানে ফেসবুক ফিল্টার করা হয়।E' meglio che Facebook sia filtrato [in Iran].
12বারডিয়া টুইট করেছেন:L'utente Baridya ha scritto in un tweet:
13আজ যদি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটে, এই লোকগুলোকে সাংস্কৃতিকভাবে অগ্রসর করে তুলতে ১৫-২০ বছর লেগে যাবে।Se la Repubblica Islamica crollasse oggi, ci vorrebbero 15/20 anni perché la cultura del suo popolo migliori.
14ব্লগার ৫চার একটি আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করে বলেছেন, এই প্রজন্ম ইসলামী প্রজাতন্ত্রে বেড়ে উঠেছে।Il Blogger 5Char ha pubblicato un fermo immagine con gli insulti, dichiarando che questo è tipico di una generazione cresciuta sotto la Repubblica Islamica.
15আরেকজন ব্লগার আন্দারবাব বলেছেন:Un altro blogger, Andarbab afferma che:
16এ ধরনের স্লোগান এবং আপত্তিকর মন্তব্যের মধ্যে দিয়ে তারা তাদের অযোগ্যই প্রমাণ করলো।Queste persone cercano di rimediare alla propria inadeguatezza con slogan e insulti.
17এরা হলেন সেই মানুষ, যারা আমেরিকাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য চিত্কার করে। আবার আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্যও মুখিয়ে থাকে।Sono gli stessi che inneggiano al motto “Abbasso gli Stati Uniti d'America”, quando poi però desiderano la Green Card (Permesso di residenza negli USA, NdT).
18তারা এখন মেসিকে অপমান করছে। কালকেই দেখা যাবে, মেসির হাত থেকে সুভেনিয়'র ফ্যান ফটো নেয়ার লাইনে দাঁড়িয়ে আছে।Insultano Messi, e poi però vorrebbero fare una foto con lui per ricordo.