# | ben | ita |
---|
1 | জর্ডান: প্রযুক্তি কি আমাদের রোমান্টিকতাকে হত্যা করছে? | Giordania: la tecnologia ha ucciso il nostro romanticismo? |
2 | বন্ধুদের কাছ থেকে পাওয়া চিঠি, ছবি ডি সারন প্রুইট-এর | Lettere dagli amici di D. Sharon Pruitt |
3 | যন্ত্রকে ঘৃণা করার তার কারণগুলোকে উম্ম ওমর সারসংক্ষেপ করেছে (আরবী ভাষায়), যা নিচে দেওয়া হল: | I computer e la tecnologia svolgono un ruolo importante nella nostra vita quotidiana. |
4 | একদিকে বলা যায়, এটা আমাদের আবেগকে ধ্বংস করে ফেলেছে, পরবর্তী প্রজন্মের অনুভূতিকে আর কখনোই জানা যাবে না। | Una blogger dalla Giordania ricorda una certa vena romantica nel ricevere una lettera nella cassetta della posta, e dichiara sul suo blog: “Odio l'elettronica!” |
5 | তারা কখনোই উপলব্ধি করতে পারবে না কাগজের টুকরোয় লেখা চিঠির জন্য লম্বা সময় ও ধৈর্য্যের সাথে অপেক্ষা করার যে মজা সে বিষয়টি। | Umm Omar riassume (ar) così le proprie ragioni: Da un lato, [l'elettronica] ha ucciso le nostre emozioni - sensazioni che la prossima generazione non proverà mai. |
6 | একটা কাগজে কি লেখা হবে সেই চিন্তায় একজন পুরো একটা সপ্তাহ ব্যয় করত এবং কাগজে যা লেখা হত, তা হাজার বার কাটাকুটি করা হত। | Non capiranno mai la brama e l'impazienza che provavamo ai tempi in cui lettere erano scritte sulla carta. |
7 | আপনি চিঠি লিখতে বসে সময় নষ্ট করতেন, কারণ ভাবতেন চিঠিটা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসের পথে এবং ডাকবাক্সে ফেলার পর চিঠির সাথে আপনি উড়ে চলে যাচ্ছেন, এবং মনের কল্পনার পাগলা ঘোড়া ছুটিয়ে দিতেন, যিনি চিঠিটা পাচ্ছে তার মুখে কি ভাব ফুটবে সেই কথা ভেবে। | Dovevamo passare una settimana intera pensando a cosa scriverci sopra, cambiare il testo migliaia di volte. Cincischiavamo, mentre ci dirigevamo verso l'ufficio postale, e dopo aver spedito la lettera, scatenavamo la nostra fantasia per immaginare quale sarebbe stata la reazione sulla faccia del destinatario. |
8 | ভদ্রমহিলা বলেই চলেছে: | Continua scrivendo: |
9 | আপনি হয়ত ভাববেন: আমি যা লিখেছি তা পড়ে সে কি হাসবে? | Pensavamo: Quello che gli ho spedito lo farà ridere? |
10 | আমি কি আমার শব্দের প্রতি ন্যায়বিচার করেছি, নাকি সঠিক শব্দ ব্যবহার করিনি… যদি সে চিঠি পড়ে রেগে উঠে এবং চিঠির উত্তর না দেয়…আমার প্রিয়তম কি উত্তর দেবে.. | Ho impiegato bene le parole…? Si arrabbierà e non risponderà alla mia lettera…? |
11 | আপনি দিনের পর দিন উদ্বিগ্ন হতে এবং চিন্তা করতে থাকবেন এবং বারবার পোস্ট অফিসে ছুটে যাবেন, কোন কোন সময়ে দিনে দুই বা তিনবার পোস্ট অফিসে যাবেন, যতক্ষণ না একটা কাগজের টুকরা হাতে আসে, এই টুকরা সেই চিঠি,যে চিঠিটা আপনি পাবার আশা করছিলেন। | Sarà…? Continuavamo a preoccuparci e a pensarci per giorni, e ritornavamo più di una volta all'ufficio postale, in certi casi due o tre volte nello stesso giorno, finchè non ricevevamo tutto quello per cui tanto avevamo sperato su di un pezzo di carta. |
12 | চিঠি পাবার পর নিজের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেবেন, যখন আপনি একটা ছোট্ট গল্পের সাথে চিঠিটা পাবেন এবং যে চিঠির কথা কেউ জানে না, এবং যে চিঠি কেবল আপনার জন্য লেখা হয়েছে…. কেবল আপনারই জন্য লেখা… চিঠিটিকে আপনি বুকে জড়িয়ে রাখবেন…. | Segretamente sorridevamo a noi stessi quando ricevevamo una lettera contenente una piccola storia, che nessun altro conosceva, e che era stata scritta solo per noi… L'abbracciavamo… L'annusavamo… Ci trasferivamo in un altro mondo… anche se si trattava solo di un pezzo di carta. |
13 | | Per giorni e giorni, eravamo felici e avevamo voglia di fermare tutti, per strada, per raccontare loro della nostra felicità. |
14 | চিঠির গন্ধটা শুঁকবেন… এটা আপনাকে অন্য এক জগৎ-এ নিয়ে যাবে.. | Ripetevamo il ciclo ancora, cominciando a scrivere un'altra lettera… |
15 | যদিও তা কেবলই কাগজের এক টুকরা। | Un lettore, Haitham Al Sheeshany risponde: |
16 | চিঠি পাওয়ার ফলে তা দিনের পর দিন এক সুখ আবেশ আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার মনে হবে রাস্তার লোকদের দাঁড় করিয়ে তাদেরকে এই ভালোলাগার কথা জানাই। | Sono d'accordo con te sul fatto che la tecnologia abbia sminuito molti sentimenti belli e genuini. |
17 | এই ঘটনাটি আপনি আবার ঘটাতে চাইবেন এবং আরেকটা চিঠি লিখতে শুরু করবেন…… | Certo, ha anche aumentato la circolazione di massa [delle comunicazioni], rendendole più facili. |
18 | হাইথাম আল শিশানি প্রতিউত্তর করেছে: এ রকম খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, আরো অনেক বিষয়ের মতই | Ci sono un sacco di pro e contro, come in tutte le cose :) |
19 | পাঠক আশরাফ মহিউদ্দেন এর সাথে যুক্ত করেছেন: | Ashraf Mohidden aggiunge: |
20 | প্রযুক্তি, যার অন্যতম এক নেতৃত্বে রয়েছে ইন্টারনেট, যা এখন সামাজিক যোগাযোগের প্রধান এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। | La tecnologia, guidata da internet, è diventata al giorno d'oggi il caposaldo delle relazioni sociali. |
21 | সুন্দর অনুভূতি এবং আবেগের ক্ষেত্রে বলা যায়, এগুলোকে এখন বড় কোন সমস্যা ছাড়া এবং কেবল একটি চাবি টিপে পাঠানো সম্ভব। | Per quanto riguarda le belle sensazioni e le emozioni, ora possono essere spedite senza troppi problemi, [semplicemente] schiacciando un bottone. |
22 | যে গতিশীল জীবন আমরা যাপন করছি এটা তার এক অন্যতম প্রমাণ, এই বিষয়গুলো এ সমস্ত আবেগকে ফাস্ট ফুড বা দ্রুত খেয়ে শেষ করা খাবারের মত করে ফেলেছে | Questa è la testimonianza della vita a ritmo accelerato che viviamo, che ha reso questo tipo di emozioni simili a un pasto in un fast food :) |
23 | শেষ, কিন্তু সর্বশেষ নয়, হোয়াইট ফ্রিডম জানাচ্ছে: | Ultimo ma non meno importante, White Freedom nota che: |
24 | একজনের সাথে অন্যজনের সত্যিকারের যোগাযোগের যে অর্থ প্রযুক্তি তা পাল্টে ফেলেছে, এমনকি উৎসবের বেলাতেও তা ঘটছে। | La tecnologia ci ha fatto perdere il vero significato del relazionarci agli altri anche durante le festività. |
25 | একজনকে বাসায় ডাকা এবং তাকে অভিনন্দন জানানোর বদলে আমরা এখন মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা বা টেক্সট মেসেজ পাঠাই এবং এই একটাই কাজ করি। | Invece di chiamare e congratularci col prossimo, ora non facciamo altro che inviare messaggi dai nostri cellulari. |
26 | এছাড়াও আমরা অন্য কোন সংক্ষিপ্ত বার্তা বা টেক্সটে মেসেজের উত্তরে আরেকটা একই রকম বার্তা পাঠাই। | Inoltre, rispondiamo ai messaggi con altri messaggi. |
27 | পৃথিবী সত্যি পাল্টে গেছে। | Il mondo è veramente cambiato! |
28 | আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না। | Non ti biasimo. |
29 | অন্য অনেক ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োজনীয় উপাদান এবং এর অপব্যবহারের কারণে এর প্রতি ঘৃণা তৈরি হচ্ছে এবং এর সত্যিকারের মানে হারিয়ে যাচ্ছে। | La tecnologia è utile per altre cose e il suo abuso l'ha resa odiosa e ne ha fatto perdere il senso. |
30 | সত্যি কি প্রযুক্তি আমাদের প্রেমময় অনুভূতি ছিনিয়ে নিচ্ছে? | La tecnologia ci ha veramente privato del romanticismo? |
31 | মন্তব্য বিভাগে মন্তব্য করে এই বিতর্কে যোগ দিন। | Ti invitiamo ad unirti al dibattito aggiungendo un commento. |
32 | ছবির কৃতিত্ব: ডি সারন প্রুইট-এর | Foto di: D Sharon Pruitt |