Sentence alignment for gv-ben-20100603-11113.xml (html) - gv-ita-20100610-20480.xml (html)

#benita
1বাংলাদেশ: ফিফা বিশ্বকাপ, অতীত স্মৃতিBangladesh: mondiali di calcio, ricordi del passato…
2ফুটবল বা সকার যে নামেই বলুন না কেন এ খেলাটি এ যাবত যতগুলো খেলা মানুষ আবিষ্কার করেছে তার মধ্যে নি:সন্দেহে সবচেয়ে সেরা।Il calcio, football o soccer, come viene chiamato in varie parti del mondo, è lo sport più bello inventato dal genere umano.
3ফিফা ফুটবল বিশ্বকাপ এমন একটি খেলা সারা বিশ্বে যার সবচেয়ে বেশি দর্শক রয়েছে।E i campionati mondiali [it] sono l'evento sportivo più seguito al mondo.
4বাংলাদেশ এমন এক দূর্লভ দেশ যেখানে বিশ্বকাপের সময় লোকজন সক্রিয়ভাবে একটি বিশেষ দেশকে বেছে নেয় এবং সমর্থন করে যে দেশটির সাথে তার অন্য কোন ভাবে কোন সম্পর্ক নেই।Il Bangladesh [it] è uno dei rari Paesi in cui durante i mondiali la gente si identifica e tifano per una nazione con cui altrimenti non avrebbe alcun legame [en].
5এবং তাদের প্রিয় দল?Le squadre favorite?
6আর্জেন্টিনা অথবা ব্রাজিল এবং আপনারা দেখতে পারবেন এদের সমর্থকরা ছাদের মাথায় এইসব দেশের পতাকা উড়িয়ে দিয়েছে।‘Argentina' o ‘Brasile', di cui potrete vedere le bandiere appese sui tetti dai vari sostenitori.
7কয়েক সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিফা ফুটবল বিশ্বকাপ-২০১০ শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশী ব্লগাররা এই মহা আয়োজন নিয়ে আলোচনা করছে।Nell'imminenza del calcio d'inizio in Sudafrica, i blogger bengalesi discutono animatamente di questo super-evento.
8চায়ের কাপে ঝড় তুলে সমর্থকরা বিশ্লেষণ করছে যে তাদের দলে বিশ্বকাপ জিতবে কি না।L'argomento del giorno è l'analisi dei tifosi sulla vittoria o meno del mondiale di una determinata squadra.
9এ ছাড়াও, কয়েকজন ব্লগার বিগত বিশ্বকাপের স্মরণীয় ঘটনা স্মরণ করছে।Intanto altri blogger rilanciano alcuni momenti memorabili delle edizioni precedenti dei mondiali.
10বাংলা ব্লগ প্লাটফর্ম সামহোয়্যারইন-এ, মামু ১৯৮২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কিছু স্মরণীয় ঘটনা আমাদের জানাচ্ছেন:Su Somewherein [ben], piattaforma per blog in bengalese, Mamu condivide [ben] i suoi ricordi dei Mondiali di calcio del 1982 [it] :
11১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশন প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে বিশ্বকাপের খেলা সরাসরি প্রচার করে।Nel 1982, Bangladesh Television (di proprietà governativa e a quel tempo unico canale TV) ha iniziato a trasmettere per la prima volta in diretta le partite dei mondiali.
12আমি তখন একেবারে শিশু কিন্তু আমার দেখা প্রথম সরাসরি বিশ্বকাপের কথা স্পষ্ট মনে আছে।Allora ero un bambino, ma ricordo che le partite di solito iniziavano a mezzanotte.
13গভীর রাতে খেলা শুরু হত। পড়ার ছেলেরা দলবেঁধে খেলা দেখতে আসত।Varie persone del nostro quartiere erano solite riunirsi a casa nostra per seguirle.
14বাসার উঠানে টিভিটাকে নিয়ে আসা হত, দর্শকেরা দু'টি দলে বিভক্ত হয়ে যেত।La TV veniva portata nel giardino di casa nostra e il pubblico si divideva in due settori.
15জয়ী দল নাচতে নাচতে পরাজিতরা বিমর্ষ বদনে বাড়ি ফিরত। এর সাথে তিনি যোগ করেছেন:I vincitori di solito tornavano a casa ballando a ritmo di cori gioiosi, mentre i perdenti ritornavano a casa con la faccia triste.
16আমাদের টেলিভিশন ছিল সাদাকালো।Più oltre aggiunge:
17কিন্তু আমার দৃষ্টিতে সেই বিশ্বকাপ ছিল সবচেয়ে রঙ্গীন। বৃষ্টিতে ফুটবল খেলা।“La nostra televisione era in bianco e nero, ma quello è stato il mondiale più ‘colorato' che abbia mai visto”.
18ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিপেজ-এর।Giocare a calcio sotto la pioggia.
19সিসি বাই-এনসি-এনডিImmagine dell
20বাংলাদেশের সমর্থকরা প্রচণ্ড উন্মাদ।I tifosi bengalesi sono davvero folli.
21মামু-এর সাথে ১৯৯০-এর বিশ্বকাপের একটি ঘটনা আমাদের জানাচ্ছেন:Anche Mamu rilancia un racconto dei mondiali del 1990:
22এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জার্মানীর কাছে পরাজিত হয়।Il 1990 è stato l'anno in cui l'Argentina ha incontrato la Germania in finale.
23ফাইনালের রেফারিং নিয়ে বেশ সমালোচনা হয়েছিল।La Germania ha poi battuto l'Argentina.
24বিষয়টি বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের মোটেও ভালো লাগেনি।Molti hanno criticato le decisioni prese dall'arbitro in quella finale.
25এদের একজন রেফারি কোডেসালের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করে দেয়। মামু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সমর্থন প্রদানের ক্ষেত্রে ধর্ম একটি উপাদান হিসেবে কাজ করে।I tifosi bengalesi dell'Argentina non sono rimasto affatto contenti, e uno di loro ha addirittura fatto causa all'arbitro della partita in una corte locale.
26তার তথ্য অনুযায়ী: ১৯৯৪-এর বিশ্বকাপে ইতালী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন রবার্তো ব্যাজিও। তিনি বৌদ্ধধর্মের অনুসারী, এ কারণে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের অনুসারীরা ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালীকে সমর্থন প্রদান করেছে:Mamu ci informa che anche la religione ha contribuito a creare tifosi: il calciatore italiano Roberto Baggio è Buddista, ed ecco perchè i Buddisti del Bangladesh hanno tifato [en] per l'Italia nei mondiali del 1994:
27১৯৯৪ সালের বিশ্বকাপ বাংলাদেশের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করে।Il 1994 è stato un anno in cui i mondiali hanno creato una dimensione diversa in Bangladesh.
28যদিও বাংলাদেশের জনগণ ব্রাজিল বা আর্জেন্টিনাকে সমর্থন করে, তারপরে বাংলাদেশের পাবর্ত্য চট্টগ্রামের বাস করা বৌদ্ধরা ইতালিকে সমর্থন করে।
29এর কারণ রবার্তো ব্যাজিও।La maggior parte dei bengalesi di solito tifava Brasile o Argentina.
30তিনি ছিলেন ইতালির মধ্যমাঠের সেরা খেলোয়াড়। ব্যাজিও ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী।Ma quanti vivevano a Cox'sbazar o nelle vicinanze quell'anno hanno tifato Italia solo per Roberto Baggio.
31ব্যাজিও কক্সবাজারের এক বৌদ্ধ মন্দিরের সংস্কার কাজে অর্থ দান করেছিলেন।Baggio è Buddista e ha donato parecchi soldi per ristrutturare una Pagoda nell'area di Cox'sbazar.
32কেবল ধর্ম নয় অন্য কারণেও ইতালী কিছু বাংলাদেশীর সমর্থন লাভ করেছিল:Non solo la religione ma anche un altro fattore ha contribuito ad aumentare il tifo per l'Italia:
33তবে কেবল বৌদ্ধরা ব্যাজিও ইতালিকে সমর্থন করেনি। এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম এক নায়িকা ইতালিকে সমর্থন করে।Non solo i buddisiti del nostro Paese, ma anche una delle attrici più glamour di quel periodo tifava per l'Italia perchè i giocatori della nazionale di calcio italiana erano molto belli (Forza Italia!).
34তার সমর্থণের কারণ, ইতালির ফুটবলাররা ছিলেন সুদর্শন। (ভিভা ইতালিয়া):Sfortunatamente tutte le preghiere e incitamenti non si sono materializzati, perchè il Brasile ha battuto l'Italia in finale.
35হায়! তাদের সকল প্রার্থনা এবং ইচ্ছা বাস্তবে রূপান্তরিত হয়নি।Baggio ha sbagliato un rigore fondamentale e l'Italia ha perso la coppa.
36এই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ইতালীকে পরাজিত করে। ব্যাজিও ফাইনালের গুরুত্বপূর্ণ পেনাল্টিতে গোল করতে ব্যার্থ হয় এবং ইতালী বিশ্বকাপ জিততে ব্যার্থ হয়।In calce al post citato sopra, Nasiruddin Hojja commenta [ben] con questo titolo, ‘come i mondiali di calcio hanno avuto impatto sulle professioni e sulla politica nel nostro Paese':
37এই ব্লগ পোস্টে নাসিরউদ্দিন হোজ্জা ‘কি ভাবে বিশ্বকাপ ফুটবল আমাদের দেশে বিভিন্ন পেশা ও রাজনীতিতে প্রভাব তৈরি করে' এই শিরোনামে মন্তব্য করেছেন:
38১৯৮২ সালের বিশ্বকাপ সম্বন্ধে একটা স্মৃতি আমার মনে আছে।Ricordo una cosa dei mondiali del 1982.
39আমাদের মফস্বল শহরে যে পাড়ায় আমি বাস করতাম, তার কাছে একটা বস্তি ছিল।Vivevo in una piccola città e vicino casa mia c'era un quartiere malfamato.
40সেখানে অনেক গরিব লোক বাস করত।Alcuni di quei poveretti erano dei ladri professionisti.
41যাদের অনেকের পেশা ছিল চুরি করা। ফুটবল বিশ্বকাপের কারণে সেবার মানুষ রাত জেগে খেলা দেখতে শুরু করে।Quella era la prima volta che la gente stava sveglia dopo mezzanotte per guardare i mondiali.
42এর ফলে চোরদের চুরি করতে সমস্যা দেখা দেয়।Così era molto difficile per i ladri eseguire i loro “lavoretti”.
43একদিন স্কুল থেকে ফেরার সময় দেখি তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাত জেগে খেলা দেখান বন্ধ কর।Un giorno mentre stavo tornando da scuola, ho sentito che urlavano slogan contro il governo del Bangladesh, del tipo “smettetela di trasmettere i mondiali a mezzanotte”.
44চোরদের জন্য বিষয়টি বেদনাদায়ক হলেও পুলিশের জন্য বিশ্বকাপ আর্শীবাদ স্বরূপ, বিশেষ করে বিশ্বকাপের খেলা যদি গভীর রাতে অনুষ্ঠিত হয়।Sebbene i mondiali fossero un cattivo presagio per i ladri del Bangladesh, sono state sicuramente una benedizione per la polizia, specialmente perchè le partite andavano in onda dopo mezzanotte.
45নাসিরউদ্দিন এর সাথে যোগ করেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা বিশ্বকাপ এবং তার তারকাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করে:Nasiruddin aggiunge che i mondiali e le relative superstar in qualche vengono usate a scopo politico:
46তবে বিশ্বকাপ ফুটবলের সেরা তারকা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখেছি বিশ্বকাপের পরপরই।Abbiamo visto i mondiali e le rispettive superstar venire utilizzate come strumento politico.
47১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানীর কাছে হেরে যায়।Nei mondiali del 1990 l'Argentina ha perso la finale contro la Germania.
48ফাইনালের এই পরাজয় ম্যারাডোনা মেনে নিতে পারেনি। মাঠে সে কান্নায় ভেঙ্গে পড়ে।La superstar argentina Diego Maradona, non riuscendo ad accettare la sconfitta, è scoppiato a piangere dopo la finale.
49তার সাথে কেঁদে উঠে হাজার হাজার বাংলাদেশী।Anche molti tifosi bengalesi hanno pianto per lui.
50বাংলাদেশীদের মাঝে ম্যারাডোনার জনপ্রিয়তাকে পুঁজি করে সে সময় স্বৈরশাসকের একজন উপ-রাষ্ট্রপতি ঘোষণা দেয় যে, তারা বাংলাদেশে ম্যারাডোনাকে নিয়ে আসছে।Siccome Maradona era una figura estremamente popolare tra i bengalesi, il vicepresidente del governo autocratico di quel periodo annunciò di voler portare Maradona in Bangladesh.
51কিন্তু যখন একজন বাংলাদেশী সাংবাদিক এই তার সম্ভাব্য বাংলাদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করে তখন ম্যারাডোনা জানাতে চায় বাংলাদেশ কোথায়?In seguito un giornalista bengalese ha chiesto a Maradona del suo viaggio in Bangladesh e quest'ultimo ha semplicemente risposto chiedendo dove fosse il Bangladesh.
52পুরো সংবাদটি ছিল রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের জন্য এক মিথ্যাচার।Tutta la storia era una bugia creata solo per guadagnare consensi politici.
53বিশ্বকাপ নিয়ে নাদিয়া চৌধুরী দিনা তার অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন:Infine, Nadia Chowdhury Dina ricorda [ben] la sua esperienza:
54১৯৮৬ এর বিশ্বকাপের সময় যখন আমি খুবই ছোট আব্বা আমাদের রাতে ডেকে তুলত খেলা দেখার জন্য।Durante i mondiali del 1986 ero una bambina e mio padre era solito svegliarci per guardare le partite.
55তখন খেলার কিছুই বুঝিনা শুধু আববা যখন গোল বলে চিৎকার দিত আমরা ভাইবোন মিলে সেই সাথে চিৎকার দিতাম ।Non sapevo niente di quello sport ma quando mio padre urlava ‘Goool!' anche noi figli ci mettevamo a urlavamo.
56তখন ঘুম ভেঙ্গে খেলা দেখতে ওঠার অন্যতম কারণ ছিল সকালে স্কুলে গিয়ে বলতে পারব আমি রাত জেগে খেলা দেখেছি যদিও উঠে একটু পরেই আবার ঠুস হয়ে যেতাম ঘুমে।Una delle ragioni per cui ci svegliavamo per guardare le partite era per poi vantarcene a scuola, anche se in realtà la maggior parte delle volte tornavamo a letto poco dopo esserci svegliati.
57এই পোস্টটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০১০ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রকাশ করা গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজের একটি অংশ।.Questo post fa parte dello speciale di Global Voices dedicato ai Mondiali di calcio 2010 in Sudafrica [en].