Sentence alignment for gv-ben-20100117-8774.xml (html) - gv-ita-20100115-13800.xml (html)

#benita
1হাইতি: ল কাপ হাইতিয়ান কিছু সংবাদ প্রেরণ করেছেHaiti: le ultimissime viaggiano su un blog di Le Cap Haitien
2১৩ জানুয়ারি বুধবার, দিনটি ছিল হাইতিতে ৭. ০ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পের পরের দিন।Mentre il terremoto del 7. grado della scala Richter ha lasciato Haiti in una situazione indefinibile, Radio Kiskeya [fr] ha annunciato il persistere di grosse difficoltà nelle comunicazioni esterne dall'isola:
3এই ভূমিকম্প হাইতিতে এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করে।Aucune station de radio ni de télévision n'est disponible en Haïti ce matin.
4রাডিও কিসকেয়া ঘোষণা দেয় যে, তারা যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা দুর করার ক্রমাগত চেষ্টা করে যাবে, যা এই দ্বীপরাষ্ট্রটি ক্রমাগত মোকাবেলা করে যাচ্ছে [ফরাসী ভাষায়]
5আজ সকাল পর্যন্ত হাইতির কোন রেডিও বা টিভি স্টেশন চালু করা সম্ভব হয়নি।Le local de Radio Kiskeya est endommagé. Le système téléphonique est hors service.
6রাডিও কিসকেয়ার কর্মস্থল ধ্বংস হয়ে গেছে।Stamani nessuna stazione radio o TV è attiva ad Haiti.
7টেলিফোন যোগযোগ ব্যবস্থা কোন কাজ করছে না।I locali di Radio Kiskeya hanno subìto danni.
8তবে হাইতির ব্লগ ল কাপ হাইতিয়ান, ল রজ্যুই সিটাডেল যখন এই বিপর্যয় ঘটে সেই সময় ১২ তারিখ মঙ্গলবারের মধ্যে তারা সংবাদ প্রকাশ করতে সমর্থ হয়।La rete telefonica è fuori uso. Tuttavia un blog della città sulla costa nord di Le Cap Haitien [in], le Réseau Citadelle, è riuscito a pubblicare notizie fin dalla mattinata di martedì 13, poco dopo il disastro.
9এখানে ব্লগারদের প্রতি উত্তর রয়েছে, যেখানে পরিস্থিতি সম্বন্ধে একজন উদ্বিগ্নতা প্রকাশ করেছে [ফরাসী ভাষায়]:Ecco la replica [fr] del blogger a qualcuno preoccupato per la situazione: Nous attendons des nouvelles de Port-au-Prince.
10পোর্ট-অ-প্রিন্স থেকে আমরা সংবাদ আশা করছি।C'est le pays tout entier qui souffre de la situation à la capitale.
11রাজধানী শহরে যা ঘটেছে তাতে পুরো দেশ ভুগছে।Chaque famille à au moins un parent à Port-au-Prince et les nouvelles sont très mauvaises.
12প্রত্যেক পরিবারের অন্তত একজন আত্মীয় পোর্ট-অ-প্রিন্সে বাস করে এবং সেখানকার সংবাদ ভাল নয়।Siamo in attesa di notizie da Port-au-Prince. L'intero Paese subisce le conseguenze di quanto va accadendo nella capitale.
13সেদিনের শূরুতে, ল রজ্যুই সিটাডেল একটি লেখা পোস্ট করে।Ogni famiglia ha almeno un parente a Port-au-Prince e le notizie non sono affatto buone.
14এর শিরোনাম “নুয়েভ দেপুজে কারেফোর” (কারেফোর থেকে পাঠানো সংবাদ)। এই লেখায় প্যাট্রিক জীন বাপ্তিস্তা পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছেন।Di prima mattina Le Réseau Citadelle [fr] ha pubblicato un post intitolato “Nouvelle depuis Carrefour [in]”, dove un uomo di nome Patrick Jean Baptiste descrive la situazione in questo quartiere povero di Port-au-Prince:
15তিনি অসহায় প্রতিবেশীদের কথা তার বর্ণনায় তুলে ধরেন:Grande désolation à Carrefour, plusieurs maisons effondrées dont des bâtiments publics comme le Collège Catherine Flon.
16কারেফোরের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।Grande desolazione a Carrefou, parecchie case crollate, inclusi edifici pubblici come il Collegio Catherine Flon.
17এর মধ্যে কলেজ ক্যাথেরিন ফ্লোনের মত গণভবনও রয়েছে।E spiega le difficoltà che la gente deve affrontare per poter comunicare - anche verso zone normalmente nient'affatto lontane:
18তিনি প্রমাণ দেখিয়েছেন যে যোগাযোগ করার জন্য লোকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।Elles tentent même de joindre leurs proches dans d'autres quartiers de Port-au-prince, sans succès en raison des problèmes de communication.
19এমনকি যে সমস্ত এলাকা খুব বেশি দুরে নয়, সেখানে যেতেও সমস্যা হচ্ছে:Ce qui ajoute à leurs inquiétudes déjà grandes.
20তারা [কারেফোরের কর্মীরা] তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যারা পোর্ট-অ-প্রিন্সের অন্য এলাকায় থাকে।Gli abitanti di Carrefour stanno cercando di mettersi in contatto con i parenti in altri quartieri di Port-au-Prince, ma senza successo, visti i problemi per comunicare.
21যোগাযোগ ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সফলতা দেখা যায়নি।Questa situazione non fa che aumentare il già elevato livello di preoccupazione generale.
22যার ফলে তা পরিস্থিতিকে আরো জটিল অবস্থায় ফেলে দিয়েছে।Patrick Jean Baptiste esprime la comprensibile impazienza di vedere le cose procedere oltre:
23সবকিছু চলতে শুরু করেছে শুরু করেছে, প্যাট্রিক জীন বাপ্তিস্তা অসীম আগ্রহে এমন পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন। এর কারণ অবশ্যই বোঝা যায়:Il serait temps de tout faire pour rétablir les liaisons téléphoniques et faire parvenir de l'aide à Carrefour qui est gravement touchée.
24টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ঠিক করার এটাই গুরুত্বপূর্ণ সময় এবং কারেফোরে সহায্য প্রবেশ করা জরুরি, কারণ ভূমিকম্প এখানে বেশ কয়েক বার আঘাত হেনেছে।È ormai ora di fare il possibile per ripristinare la rete telefonica e portare assistenza a Carrefour, severamente colpito. Nella stessa mattinata di martedì Réseau Citadelle ha poi pubblicato una prima serie di foto [fr] scattate a Port-au-Prince.
25দিনের শুরুতে রজ্যুই সিটাডেল বেশ কিছু ছবি ছাপে যেগুলো ভূমিকম্পের পর পোর্ট-অ-প্রিন্সের উপর তোলা প্রথম ছবি।Mercoledì il blogger ha rilanciato la testimonianza [fr] di un residente di Pétionville/Delmas, di nome Alexandre, la cui conclusione riassume con chiarezza la situazione:
26পরে বুধবারে, ব্লগার পেতিওনাভিয়ে/ডেলমাসের এক বাসিন্দার বিবরণ প্রকাশ করে।On doit avoir les nerfs très solides pour assister au peu que j'ai vu.
27এই ব্যক্তির নাম আলেকজান্ডার। যার উপসংহার পরিস্থিতিকে সংক্ষিপ্ত আকারে পরিষ্কারভাবে তুলে ধরে [ফরাসী ভাষায়]:La gente deve avere nervi molto forti per poter resistere a quel po' che ho potuto vedere.
28সেদিন যে ঘটেছিল তা দেখার মত শক্তি লোকদের ছিল না বললেই চলে।Sembra che Alexandre si sia aggirato nella zona alla ricerca di alcuni amici e dice:
29Jusqu'a présent pas de nouvelles de Michel Guerrier qui était coincé dans le building de la Dinasa au bas de delmas, ils étaient 8 a y être coincés, six ont pu être dégagés, a 2h am Michel et un autre étaient toujours coincés à l'intérieur et communiquaient par coups avec les sauveteurs.
30ঘটনার পরে আলেকজান্ডার এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল।Finora nessuna notizia di Michel Guerrier, rimasto bloccato nel palazzo Dinasa, giù a Delmas.
31তার উদ্দেশ্য ছিল তার কিছু বন্ধুকে খুঁজে বের করা।C'erano 8 persone intrappolate lì, 6 sono state liberate.
32সে বলছে [ফরাসী ভাষায়]: এখন পর্যন্ত মাইকেল গুয়েরিয়র-এর কোন সন্ধান নেই।Alle 2 di notte, Michel e qualcun altro erano ancora bloccati lì dentro e comunicavano con i soccorritori battendo dei colpi.
33সে ডেলামাসের পাশে ডিনাসা ভবনে আটকে গিয়েছিল।Tuttavia Alexandre condivide alcune informazioni rassicuranti:
34সেখানে ৮ জন মানুষ আটকে আছে। এদের মধ্যে ছয়জনকে বের করে আনা হয়েছে।Le centre de Pétion-Ville n'a pas subi de grand dommages, presqu'intact à part quelques maisons.
35বেলা ২টা পর্যন্ত মাইকেল এবং আরেকজন সেখানে আটকা পড়েছিল।Galerie Rivoli et d'autres immeubles semblent intacts.
36সে দেওয়ালে বাড়ি মেরে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল।Il centro di Pétionville ha subito pochi danni, è quasi intatto eccetto per pochi case.
37তবে তিনি কিছু ভালো সংবাদও শুনিয়েছেন:La Galerie Rivoli e altri palazzi sembrano essere intatti.
38পেতিওনাভিয়ের কেন্দ্রিয় অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েকটি ভবন ছাড়া এর পুরো অংশ অক্ষত রয়েছে।Infine, più tardi nella stessa giornata, Réseau Citadelle ha rilanciato [fr] il suggerimento di un medico di prendersi cura delle vittime del terremoto negli altri ospedali dell'isola anzichè stare ad aspettare gli aiuti umanitari internazionali:
39গালেরিয়ে রিভোলি এবং অন্যান ভবনও মনে হচ্ছে অক্ষত রয়েছে।Envoyez les blessés dans le nord et dans tous les autres centres disponibles.
40অবশেষে, সেদিনের শেষ বেলায় রজ্যুই সিটাডেল ছড়িয়ে দিয়েছিল এক ডাক্তারের পরামর্শ ।Nous sommes prêts à les servir. Je pense que la majorité des médecins de ce pays pensent la même chose que moi.
41তিনি আন্তর্জাতিক মানবিক সাহায্যের অপেক্ষা না করে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্বীপের অন্য হাসপাতালে নিয়ে যাবার প্রদান করেন:Nous avons été formés dans ce pays, par les ressources de ce pays, donnez nous les médicaments et les matériels nécessaires pour que nous puissions servir.
42আহত ব্যক্তিদের উত্তরে এবং দেশের অন্য যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত।Portate i feriti al nord e in tutti gli altri centri sanitari disponibili.
43তাদের যত্ন নেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি।Siamo pronti a fornire loro assistenza.
44আমি মনে করি দেশের বেশিরভাগ ডাক্তার আমার মতই ভাবছে।Credo che la maggioranza dei medici del Paese la pensino proprio come me.
45আমরা এই দেশেই যা সম্পদ ছিল তার সাহায্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি।Abbiamo fatto pratica in questo Paese, con le risorse disponibili in questo Paese.
46আমাদের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি দিন, যাতে আমরা সাহায্য করতে পারি।Dateci le medicine e gli strumenti necessari per garantire l'assistenza medica.
47হাইতির ভূমিকম্পের উপরে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসে-এর বিশেষ পাতা এখানে রয়েছে।Lo speciale di GV su Haiti è in continuo aggiornamento in inglese [in] e in italiano [it].