Sentence alignment for gv-ben-20130831-38537.xml (html) - gv-ita-20130809-83332.xml (html)

#benita
1ইনাকটিটিউট ভাষায় পপ গান অন্তর্ভুক্তকরনCanada: cover di canzoni pop per promuovere l'Inuktitut
2জনপ্রিয় সংস্কৃতি ও দেশীয় ভাষা কি সহাবস্থানে থাকতে পারে ?Lingue indigene e cultura di massa possono convivere?
3কানাডার ওটাওয়াতে অবস্থিত ইনুইট কলেজ নুনাভুট সিভুনিকসাভুটের ছাত্ররা এটাই মনে করেন।Secondo gli studenti di etnia Inuit [it] dell'istituto universitario Nunavut Sivuniksavut [en, come gli altri link, salvo diversa indicazione] di Ottawa, in Canada, è possibile.
4একটি স্কুল প্রকল্পের জন্য শিক্ষার্থীরা একটি ইনাকটিটিউট ল্যাংগুয়েজ কোর্সে তালিকাভুক্ত হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়া “গ্যাংনাম স্টাইল” - এর একটি প্যারডি সংস্করণ গেয়েছে।
5স্কুল এবং ক্যাম্পাসে প্রস্তাবিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কিত হওয়ায় প্যারডি গানটির কথা লেখা হয়েছে ইনুইট ভাষায়।
6স্কুলটির সম্পর্কে প্রচারণা চালাতে মজা করে তাঁরা গানটির একটি ভিডিও ধারন করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীরা দেশীয় ভাষার চর্চা করতে পারছে।Nell'ambito di un progetto formativo, gli iscritti al corso di Inuktitut [it] hanno reinterpretato [iu] il successo globale “Gangnam Style”, sostituendone il testo con una parodia in lingua nativa che fa riferimento al loro istituto e alle attività culturali offerte all'interno del campus.
7এই অভিজ্ঞতা নিয়ে নুনাভুট থেকে ১৯ বছর বয়সী কেলি ফ্রেসার পরীক্ষামূলকভাবে পপ গানগুলোকে ইনাকটিটিউট ভাষায় অনুবাদ করা চালিয়ে যাচ্ছেন।
8তাঁর অনুবাদকৃত প্রথম গানটি ছিল রিহানার “ডায়মন্ডস”, যা এরপর রেকর্ড করে ভিডিও ধারন করার পর ইউটিউবে আপলোড করা হয়।In aggiunta, hanno girato un video con l'intento di promuovere in modo divertente il loro corso di studi e, soprattutto, di stimolare gli studenti a usare la loro lingua nativa.
9ইউটিউবে এই গানটি ৬৫ হাজারেরও বেশী বার দেখা হয়েছে। ইউটিউব এবং সাউন্ডক্লাউডের মতো ফ্রি হোস্টিং সার্ভিসেসের ওপর নির্ভর করে ফ্রেসারের গানগুলো অনেক ভক্তকেই আকর্ষণ করতে শুরু করেছে।Questa esperienza ha incoraggiato Kelly Fraser, una studentessa di 19 anni originaria del territorio Nunavut [it], a continuare a tradurre testi di canzoni pop in lingua Inuktitut: una delle sue prime traduzioni è stata “Diamonds” di Rihanna, che è stata in seguito registrata e corredata da un video, poi caricato su YouTube [iu], dove è stato visto più di 65.000 volte.
10তাঁরা আপলোড করা এই অনুবাদগুলো এবং ব্রুনো মারসের “হোয়েন আই ওয়াজ ইউর ম্যান” ও ফানের “উই আর ইয়ং (মাকুটুভুগুট) - এর মতো গানগুলোর ব্যাখ্যাও শুনেছে।Utilizzando servizi di hosting gratuito come YouTube e SoundCloud, la giovane studentessa ha iniziato a rilanciare in rete le sue traduzioni e interpretazioni di brani come “When I Was Your Man” [iu] di Bruno Mars e “We are Young (Makutuvugut)” [iu] di Fun attirando un nutrito gruppo di ascoltatori ed estimatori.
11এই প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা ফ্রেসারকে তাঁর ব্যান্ড দল ইজি ফোরের সাথে ইংরেজি ও ইনাকটিটিউট উভয় ভাষায়ই আরো নতুন নতুন গান লেখা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে।
12এটি তাকে সারা কানাডা জুড়ে ইনুইট সম্প্রদায়ের একটি গ্রীষ্মকালীন সফরের সূচনা করতে এবং বিভিন্ন উৎসবের আমন্ত্রণ পেতে সাহায্য করেছে। সেখানে ব্যান্ডদলটি অনুবাদকৃত এবং নতুন নতুন গানগুলো সরাসরি দর্শকদের সামনে পরিবেশন করেছে।Sull'onda dei riscontri positivi e dell'esperienza, Kelly Fraser ha iniziato a comporre canzoni originali sia in inglese che in Inuktitut: questo le ha permesso di essere invitata a festival musicali e di imbarcarsi in un tour che la porterà insieme al suo gruppo, The Easy Four, a esibirsi dal vivo nelle comunità Inuit di tutto il Canada, proponendo al pubblico sia cover che canzoni originali.
13সেখানে পপ সংস্কৃতি এবং দেশীয় ভাষার এই সংমিশ্রণের বেশ সমালোচনাও করা হয়েছে। ইউটিউব ভিডিওগুলোর অল্প পরিমান মন্তব্যগুলোতে তেমনটা দেখা যাচ্ছে।Anche se questa fusione di cultura di massa e lingue native ha suscitato qualche polemica - come emerge da alcuni commenti negativi ai video caricati su YouTube - l'uso creativo dei citizen media per promuovere le lingue indigene è stato in genere ricevuto in maniera molto positiva.
14দেশীয় ভাষায় নাগরিক মাধ্যমগুলোর এই সৃজনশীল ব্যবহার সাধারণত লোকেরা বেশ ভালোভাবেই নিয়েছে।In alcuni commenti Kelly Fraser viene definita un modello da seguire, citando esempi di giovani Inuit che, dopo aver visto il video, hanno iniziato a cantare la cover a scuola.
15কোন কোন মন্তব্যকারী তাকে একজন অনুকরণীয় আদর্শ মনে করছেন।In un'intervista al sito d'informazione Nunatsiag Online, la studentessa ha dichiarato:
16উদাহরণ হিসেবে বলা যায় ইনুইট তরুণেরা স্কুলে তাঁর অনুবাদিত গানের ভিডিওগুলো দেখার পর, সেগুলো গাইতে শুরু করেছে।
17নুনাতসিয়াক অনলাইনে দেয়া একটি সাক্ষাৎকারে ফ্রেসার বলেছেনঃVolevamo solo dare forza alla nostra lingua e comporre una canzone divertente.
18আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ভাষাটির অবস্থান আরো শক্ত করা এবং শুধুমাত্র একটি মজার গান তৈরি করা।Capisco che la gente possa pensare che le canzoni non rispettino la nostra cultura, ma se non facciamo nulla per la nostra cultura, se non la promuoviamo, siamo destinati a perderla.
19আমি বুঝি, অনেকেই মনে করছেন এই গানগুলো আমাদের সংস্কৃতিকে অশ্রদ্ধা করছে।
20কিন্তু আমরা যদি আমাদের সংস্কৃতির জন্য কিছু না করি, যদি আমরা এটির প্রচার না করি, তবে আমরা অচিরেই এটিকে হারাবো।