Sentence alignment for gv-ben-20111226-21863.xml (html) - gv-ita-20111219-51401.xml (html)

#benita
1সিরিয়াঃ ব্লগার রাজান ঘাজ্জাউয়ি মুক্ত!Siria: rilasciata la blogger-attivista Razan Ghazzawi
2এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। তাজা সংবাদঃ রাজান ঘাজ্জাউয়ি মুক্তি লাভ করেছে!La blogger siriana Razan Ghazzawi è stata appena liberata, dopo aver trascorso 15 giorni in carcere.
3সিরিয়ার কারাগারে ১৫ দিন কাটানোর পর সিরিয়ার ব্লগার রাজান ঘাজ্জাউয়ি অবশেষে মুক্তি লাভ করেছে।
4তার বোন এই মাত্র টুইটারে তার মুক্তির কথা (১৮ ডিসেম্বর) করেছে।Lo ha annunciato la sorella poco fa su Twitter.
5@নাদিনঘাজ্জাউয়ি:এখন বৃষ্টি হচ্ছে, রাজান……হুররে :)))))))) <৩, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, আমার বোন এখন মুক্ত! আশা করি গ্রেফতারকৃত অন্য সকল ভ্রাতা এবং ভগ্নিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। *****@NadineGhazzawi: it's raining Razans… hallelujah :)))))))) <3 E' ufficiale, mia sorella è fuori! speriamo che lo stesso accada a tutti i fratelli e sorelle arrestati.
6তাজা সংবাদ: রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি এই মাত্র টুইট করেছে :E poco dopo Nadine Ghazzawi aggiunge:
7@নাদিনঘাজ্জাউয়ি:#ফ্রিরাজান # সিরিয়া, আমার বোনকে ঘরে ফিরিয়ে আনার জন্য পরিবারের সবাই রওনা দিয়েছে :))))@NadineGhazzawi: #FreeRazan#FreeRazan #Syria La mia famiglia è in viaggio per riportare a casa mia sorella :))))
8এই গুঞ্জন অনলাইনে জোরালো হতে থাকে যে, সিরিয়ান ব্লগার রাজান ঘাজ্জাউয়ি যাকে ৪ ডিসেম্বর ২০১১ তারিখে, আম্মানে অনুষ্ঠিত আরব বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা নামক সম্মেলনে যোগ দিতে যাবার সময় সিরিয়া-জর্ডান সীমান্তে গ্রেফতার করা হয়, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।Poco prima si erano fatte sempre più insistenti le voci online del rilascio di Razan Ghazzawi, arrestata [it] il 4 dicembre lungo il confine tra Siria e Giordania mentre si stava recando ad un workshop sulla libertà di stampa nel mondo arabo in svolgimento ad Amman.
9গ্রেফতার করার আটদিন পড়ে ঘাজ্জাউয়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গঠন করা হয়- ব্লগার সম্প্রদায় যে সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করে।Otto giorni dopo l'arresto, Ghazzawi è stata accusata [it] di una serie di reati - contestati dalla blogosfera e definiti una “farsa”.
10তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ছিল “এমন এক সংগঠন স্থাপন করা যা দেশের সামজিক এবং অর্থনৈতিক পরিচয়কে পাল্টে দিতে চেষ্টা করছে” এবং “ জাতীয় আবেগকে দুর্বল করা” ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া। লেবাননের দৈনিক দি ডেইলি স্টার একটা সময়ে এই সংবাদ প্রদান করে।Nell'elenco rientravano le accuse di “creare un'organizzazione che mira a stravolgere l'entità sociale ed economica dello Stato” e “indebolire il sentimento nazionale, cercando di suscitare scontri settari,” secondo quanto riportato [en, come i link successivi eccetto ove diversamente indicato] dalla testata libanese Daily Star la scorsa settimana.
11ফেসবুকে, রাজানকে মুক্ত কর নামক পাতায় তার সমর্থকরা এই ঘোষণা প্রদান করেছে যে, শীঘ্রই ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়া হবে।
12তারা সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী রাজান জাইতুনের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রদান করে। তবে এই পোস্টে এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে কখন তাকে ছেড়ে দেবার আশা করা হচ্ছে।Sulla pagina Facebook “Free Razan”, qualche ora fa era comparso l'annuncio dell'imminente liberazione di Ghazzawi, citando le parole dell'avvocatessa e attivista per i diritti umani Razan Zaitouneh.
13রাজানকে মুক্ত কর নামক পোস্টার, যা তার সমর্থকরা তাদের ফেসবুক এবং টুইটারে অবতারে পরিণত করেছে, এই পোস্টারে রাজান ঘাজ্জাউয়ির মুক্তি দাবী করা হয়েছে।
14রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি উপরের ফেসবুক পোস্টারের সংবাদে সাড়া প্রদান করেছে:L'immagine usata da molti netizen su Facebook e Twitter nella campagna internazionale per la liberazione di Ghazzawi
15আমি সকল তাজা সংবাদ পোস্ট করতে থাকবে, আপনাদের চিন্তিত হবার কোন কারণ নেই।Nadine Ghazzawi, sorella di Razan, reagiva così al post su Facebook:
16সব সংবাদ আমি কেবল আমার মধ্যে রাখব না।Vi terrò aggiornati, non preoccupatevi, non lo terrò per me :)
17এবং তিনি টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেনঃE poi chiariva su Twitter:
18@নাদিনঘাজ্জাউয়ি: #ফ্রিরাজান#সিরিয়া, রাজানকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আমরা এখনো কর্মকর্তাদের ঘোষণার জন্য অপেক্ষা করছি, এ কারণে আমি কোন কিছু পোস্ট করিনি।@NadineGhazzawi: #FreeRazan #Syria Razan non è ancora stata rilasciata, stiamo aspettando che sia ufficiale, ecco perchè non ho ancora pubblicato niente.
19অনলাইনে, নেট নাগরিক এবং তার সমর্থকরা একই সাথে আশাবাদী, আবার শঙ্কিত।Nel frattempo il popolo online rimaneva speranzoso ma scettico.
20মোহজা খাফ টুইট করেছে:Mohja Khaf scriveva:
21@প্রফখাফ:রাজানজেড, সংবাদ প্রদান করেছে যে রাজান ঘাজ্জাউয়ীকে জামিনে মুক্তি দেবার বিষয়টির অনুমোদন প্রদান করা হয়েছে।@ProfKhaf: RazanZ riporta che la cauzione per il rilascio di Ghazzawi è stata approvata.
22যে অনুমোদন এখনো অর্জিত হয়নি #ফ্রিরাজানApprovata, non ancora pagata.
23মিশরীয় ব্লগার ওয়াএল আব্বাস বলছে [আরবী ভাষায়]:Il blogger egiziano Wael Abbas riferiva [ar]:
24@:ওয়াএলআব্বাস দামেস্কে-এ জামিনে সিরীয় ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়ার সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে।@waelabbas: A Damasco circolano notizie sul rilascio su cauzione della blogger siriana Razan Ghazzawi
25এদিকে সিরীয় ব্লগার আলা কাহাংগার টুইট করেছে [আরবী ভাষায়]:Mentre Alaa Khangar confermava [ar]:
26@আলকেএইচ৮১: হেইয়াম জামিল থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে বিচারক সাংবাদিক এবং ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দিতে রাজী হয়েছে।@alkh81: Il giudice è d'accordo sul rilascio della giornalista e blogger Razan Ghazzawi, secondo Heyam Jameel
27দিমা খাতিব, আমাদের সকল সংশয়ের সারাংশ তৈরি করেছে:Dima Khatib riassumeva la confusione generale:
28@দিমা_খাতিব:আমি @রেডরাজানের মুক্তি পাবার সংবাদ পড়ে যাচ্ছি, কিন্তু কোন সঠিক সূত্র থেকে এই বিষয়ে কোন সংবাদ পাইনি।@Dima_Khatib: Continuo a leggere notizie sul rilascio di @RedRazan, ma non trovo una vera fonte.
29এই মাত্র টুইট করলাম।Solo messaggi su Twitter.
30এই বিষয়ে কি কোন সঠিক সংবাদ সূত্র রয়েছে?Esiste qualche altra fonte?
31ফ্রিরাজান#FreeRazan
32ব্লগ করা ছাড়াও ঘাজ্জাউয়ি এক উৎসাহী টুইটার ব্যবহারকারী, যিনি একই সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় পাতায় লিখে থাকে।Oltre all'attività di blogger, Ghazzawi è assai attiva su Twitter, ha collaborato sia con Global Voices Online che con Global Voices Advocacy.
33তিনি হচ্ছেন সিরিয়ার সেই সমস্ত গুটি কয়েক ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে, ব্লগার এবং সে সমস্ত একটিভিস্ট সিরিয়ার শাসকদের হাতে বন্দি তাদের মুক্তির জন্য, এবং একই সাথে পুরুষ সমকামী এবং সংখ্যালঘুদের অধিকার জন্য সে লিখে থাকে।E' anche una dei pochi blogger siriani a scrivere con il proprio nome, sostenendo i diritti dei netizen e degli attivisti arrestati dal regime siriano, oltre a battersi per i diritti degli omosessuali e delle minoranze.
34এই বিষয়ে আরো প্রতিক্রিয়া এবং তাজা সংবাদের জন্য রাজানকে মুক্ত কর নামক ফেসবুকের পাতা এবং টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগকে অনুসরণ করুন।Per ulteriori reazioni e aggiornamenti, si veda la pagina Facebook Free Razan o l'hashtag #FreeRazan su Twitter.
35এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।