# | ben | ita |
---|
1 | শ্রীলংকা: উদ্দেশ্য সিদ্ধ? | Sri Lanka: missione compiuta? |
2 | শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে সরকারীভাবে ঘোষণা করেছেন যে সরকারী বাহিনী এলটিটিই বিদ্রোহীদের কেন্দ্রস্থল কিলিনোচি দখল করেছে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর। | Il presidente dello Sri Lanka, Mahinda Rajapakshe, ha annunciato ufficialmente [in] che le truppe governative hanno conquistato Kilinochchi, sede ufficiosa dei ribelli del LTTE (Tigri Tamil Eelam di Liberazione) [it] dopo aver subito pesanti perdite. |
3 | সরকার এ পর্যন্ত লড়াইয়ে এগিয়ে থাকলেও সামনে আরো জোরালো যুদ্ধের সম্ভাবনা আছে বলে মনে হয় কারন যেসব রিপোর্ট আসছে তাতে বোঝা যায় যে বিদ্রোহীরা আরো উত্তর-পূর্বে সরে গেছে। | Finora il governo sembra tenere la situazione sotto controllo, ma è probabile che le battaglie più serie debbano ancora arrivare, dato che, secondo alcune fonti d'informazione, i ribelli si sarebbero spostati più a Nord-ovest. |
4 | এটা দেখার বিষয় যে এই গৃহযুদ্ধের দুই পক্ষই ইন্টারনেট ব্যবহার করছেন তাদের সংবাদ আর দৃষ্টিভঙ্গী জোরালোভাবে তুলে ধরার জন্য। | È interessante vedere come entrambe le parti coinvolte in questa guerra civile stiano utilizzando Internet per dare informazioni e presentare in modo enfatico i propri punti di vista. |
5 | শ্রীলংকান আর্মি নিউজ সচিত্র এই খবর নাউপাব্লিকে (নাগরিক সাংবাদিকতা সাইট) দিয়েছে: | La testata delle forze armate cingalesi, Sri Lankan Army News, ha diffuso per prima la notizia pubblicando delle fotografie su Nowpublic: |
6 | জানুয়ারি ২, ২০০৯ তারিখে শ্রীলংকার বীর সেনারা এলটিটিইর সাথে অনেক ঘন্টার দীর্ঘ যুদ্ধের পর কয়েক মুহূর্ত আগে কিলিনোচি শহর দখল করেছে। | I valorosi soldati cingalesi hanno conquistato poco fa la città di Kilinochchi dopo molte ore di combattimenti contro il LTTE il 2 Gennaio 2009. |
7 | মুলাথিভুর দিক থেকে পলায়নপর এলটিটিই টাইগাররা অল্প কয়েকটা গোলা ছোঁড়ে। | […] Pochi i colpi sparati dal LTTE in fuga in direzione di Mulathivu. |
8 | আজকে দুপুরে সেনারা কিলিনোচি রেল স্টেশন আর হাসপাতাল দখল করেছে। | […] Le truppe hanno catturato la stazione ferroviaria di Kilinochchi e l'ospedale oggi a mezzogiorno. |
9 | ডিফেন্সনেট জানিয়েছে যে শ্রীলংকানরা এই বিজয় উদযাপন করছে: | DefenceNet descrive come i cingalesi vanno celebrando la vittoria: |
10 | দেখা গেছে উৎফুল্ল জনগন শ্রীলংকার বিভিন্ন স্থান থেকে আতশবাজি পোড়াচ্ছে আর জাতীয় পতাকা নাড়ছে নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বিজয় উদযাপন করতে। | Si potevano vedere folle giubilanti in diverse parti dello Sri Lanka che lanciavano petardi e sventolavano la bandiera nazionale per celebrare l'ultima vittoria delle forze di sicurezza. |
11 | কোনান্ড্রাম বলেছে: | Conundrum riporta [in]: |
12 | কলম্বো আর অন্যান্য শহরে উৎসব হচ্ছে। | Celebrazioni si sono svolte in tutta Colombo e in altre città. |
13 | বলা যায় আজকে শ্রীলংকার নতুন বছরের আসল সকাল হল। | Si può dire che oggi siamo all'alba del nuovo anno per lo Sri Lanka. |
14 | গ্রাফিক্স নামাল এর সৌজন্যে। | Mappa gentilmente concessa da Namal. |
15 | যুদ্ধের আরও ছবি নামালের সাইটে দেখুন। | Altre fotografie sulla guerra sono disponibili sul suo sito. |
16 | তবে তামিলনেট. টিভি ইঙ্গিত করেছে যে এটা পরাজয় না: | Tuttavia TamilNet.tv ha ribattuto [in] che non si tratta di una disfatta: |
17 | মহান থালাইভার তার বিশাল প্রজ্ঞা ব্যবহার করে সিদ্ধান্ত নেয় এলটিটিই কে আদেশ দেয়ার কার্যত পিছু হটতে। তার তামিল এলামের রাজধানী থেকে তামিল এলামের মুলাইথিভুতে যাত্রা করেছে। | Il grande Thalaivar nella sua infinita saggezza ha deciso di ordinare alle truppe del LTTE di Ritirarsi Tatticamente dalla capitale del Tamil Eelam e di fare la maratona Tamil Eelam fino a Mullaitivu. |
18 | কার্যত কিলিনোচি থারমাপুরামে সরে এসেছে। | Infatti Killinochchi è stata tatticamente trasferita a Tharmapuram. |
19 | চিত্রাঙ্গী কিছু ঘুম হারাম করা ছবি পোস্ট করেছেন যেখানে এলটিটিই বিদ্রোহী ঘাটির উপর শ্রীলংকান এয়ার ফোর্স বোমা হামলার ফলে কয়েকজন সাধারণ নাগরিকের ক্ষতবিক্ষত শরীরের ছবি রয়েছে। | Chitrangi pubblica alcune foto raccapriccianti di vittime civili del bombardamento dell'Aeronautica militare dello Sri Lanka sulle postazioni dei ribelli. |
20 | র্যান্টিংস ইন কলম্বো…এই সংবাদের প্রতিক্রিয়া হিসাবে একটা কবিতা লিখেছে: | Rantings in Colombo… ha scritto una poesia [in] in reazione alle notizie: |
21 | কিলিনোচির জন্য অভিনন্দন আতশবাজির আওয়াজের মধ্যে আমি টাইপ করছি অনেক শ্রীলংকানের কাছ থেকে আশার বার্তা টিভিতে মাহিন্দা, কথা যা আমি বিশ্বাস করতে চাই কিন্তু নিয়ন্ত্রণ করা মিডিয়া আমাকে ভাবাচ্ছে, এটা কি আসলেই পক্ষপাতহীন সংবাদ? | Congratulazioni per Kilinochchi Scrivo con in sottofondo gli echi dello scoppiettio dei petardi Un rumore di speranza per molti cingalesi Mahinda in TV, parole alle quali voglio credere Ma lui controlla i media, e ciò mi fa dubitare, È davvero un'informazione che rappresenta i due punti di vista? |
22 | বা একটা পরিকল্পিত কৌশল, নির্বাচনের ঠিক আগে? | Oppure è una strategia pianificata, appena prima delle elezioni? |
23 | কে জানে। | E chi lo sa? |
24 | হয়তো শুধু উনি। | Probabilmente solo lui. |
25 | দেশের অন্যত্র হানাহানি চলছে। | La violenza prosegue in altre parti del Paese. |
26 | আ ভয়েস ইন কলম্বো জানিয়েছে যে এলটিটিই আবার কলম্বোতে আঘাত করেছে: | A Voice in Colombo riporta che il LTTE ha colpito ancora a Colombo: |
27 | কলম্বোর ট্রান্স এশিয়া হোটেলের কাছে শ্রীলংকার এয়ার ফোর্স অফিসে আত্মঘাতি হামলা হয়েছে কিছুক্ষন আগে। | Poco tempo fa un'esplosione suicida ha avuto luogo di fronte agli uffici dell'Aeronautica militare dello Sri Lanka, vicino all'Hotel Trans Asia, a Colombo. |
28 | অন্তত দুইজন বিমান বাহিনীর লোক মারা গেছেন আর নয়জন বিমান বাহিনী সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। | Almeno due dipendenti dell'Aeronautica sono stati uccisi e circa 30, inclusi 9 aviatori, i feriti. |
29 | ভারত থেকে বি রামান জিজ্ঞাসা করেছেন “উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছে?” | B Rahman dall'India si chiede “Missione davvero compiuta?” [in]: |
30 | গুরুত্বপূর্ন ভূমি হারানোর পরেও এলটিটিইর পক্ষে প্রচারণার সমাপ্তি হবে না। সেটি সম্ভব হবে যখন তারা যে সব এলাকা দখলে রেখেছে সেখানকার আর প্রবাসী শ্রীলংকান তামিলদের সমর্থন হারাবে। | La fine della campagna del LTTE arriverrà non quando perde un'importante porzione di territorio, ma quando perderà l'appoggio del popolo Tamil nelle zone ancora sotto il suo controllo e all'interno della diaspora Tamil in Sri Lanka. |