# | ben | ita |
---|
1 | সুদান: “কারণ আমি একজন মুক্ত সুদানী, আমি বাইরে যেয়ে না – বলবো” | Sudan: “Sono un sudanese libero, andrò in piazza a dire NO” |
2 | গত ২১শে মার্চ, ২০১১ তারিখে সুদানের ইয়ুথ মোমেন্ট দিবস চালু হয়। | Il 21 marzo 2011 è nato il Movimento dei giovani sudanesi. |
3 | ওমর আল-বাসির-এর সরকারের বিরুদ্ধে নতুন পর্যায়ের বিক্ষোভ সংগঠন করতে সুদানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফেসবুক ও টুইটারে বিষয়গুলো প্রচার করে। এখন ২১ মার্চ। | Molti gli studenti provenienti da università di tutto il Paese ritrovatisi a manifestare, dopo aver scambiato informazioni su Facebook e Twitter, gettando le basi per la nuova fase di proteste contro il governo di Omar al-Bashir [it]. |
4 | আমরা একসাথে ভবিষ্যতের পরিবর্তনের জন্য বর্তমানকে আলোকিত করতে পারি। | Oggi 21 marzo possiamo illuminare insieme il presente per cambiare il futuro. |
5 | ছবি সূত্র: ফেসবুকের পরিবর্তনের জন্য তরুণ পাতা। | Foto tratta dalla pagina Facebook di Giovani per il cambiamento |
6 | “কারণ আমি একজন মুক্ত সুদানী, আমি বাইরে যেয়ে, না - বলবো” - এ শ্লোগানের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা ফেসবুক গ্রুপ “দি স্পার্ক”অথবা “পরিবর্তনের জন্য যুবারা'' গ্রুপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে। | La campagna su Facebook ha attirato molti studenti e poggia sullo slogan, “Andrò a manifestare per dire NO perchè sono un sudanese libero”. La campagna [it] è condotta da un gruppo autodefinitosi “The Spark- La scintilla [ar]” o “Movimento dei giovani per il cambiamento”. |
7 | সুদান ও সুদানের বাইরে থেকে করা ২১ মার্চের প্রতিবাদের কিছু প্রতিক্রিয়ার টুইট: | Ecco di seguito i commenti di alcuni utenti Twitter, alcuni dal Sudan e altri dall'estero, sulle proteste del 21 marzo. |
8 | @বিসোনব্লাস্ট: | @BSonblast: |
9 | @পারলেডনুবিয়ায় কিছু্ই ঘটেনি। কিছু বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট প্রতিবাদ মাথা চাড়া দিয়েছিল কিন্তু দ্রুতই তা বন্ধ হয়ে গেছে। | @PerledeNubia non è successo nulla, in alcune università si sono verificate alcune proteste di piccole dimensioni che sono state sciolte rapidamente. |
10 | #সুদান #মার্চ২১ | #Sudan #March21 |
11 | @ডিআরসনেট: | @drsonnet: |
12 | তাজা খবর: বিক্ষোভে অংশগ্রহণকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিরাপত্তা অবরোধ ভাঙ্গতে পারে এবং #সুদানের সিটি মার্কেটের দিকে যেতে পারে। আদেল আবদেলাতে-এর মাধ্যমে প্রাপ্ত। | Edizione straordinaria: gli studenti dell'Università nazionale in #protesta potrebbero rompere l'assedio di sicurezza & iniziare la marcia verso il mercato della città in #Sudan. via Adel Abdelaty #March21 |
13 | # মার্চ২১ @কাবারোস: | @kabaros: |
14 | মাদানীতে বিক্ষোভ। শহরজুড়ে বিদ্যুৎ নেই । | Manifestazioni a Madani e black out in tutta la città #marzo 21 #sudan |
15 | #মার্চ ২১#সুদান | @SudanProtests: |
16 | @সুদানপ্রতিবাদ: ছবি: #পাকিস্তানে #সুদানের ছাত্র ইউনিয়ন # মার্চ২১ প্রতিবাদে যোগ দিয়েছে http://bit.ly/f2mTks | Foto: L'unione degli studenti #Sudanesi in #Pakistan aderiscono alle manifestazioni del #marzo 21. http://bit.ly/f2mTks - #Sudan #Jan30 |
17 | @কাবারোস: | @kabaros: |
18 | খার্তুমে বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষতঃ নিলিনও আহলিয়াতে কেবলমাত্র সংঘর্ষের ঘটনা ঘটে। | a Khartoum, scontri solo nelle zone delle università, specialmente a Nilein, Ahliyya #sudan #march21 |
19 | # সুদান#মার্চ২১ | @SudanProtests: |
20 | @সুদানপ্রতিবাদ: খার্তুম মার্কেটে বিক্ষোভ ভেঙ্গেছে। | Sono scoppiate delle proteste nel mercato #Khartoum, i giovani promettono che continueranno dopo i 21 arresti del 21 marzo. |
21 | গতকালের ২১ জন গ্রেফতারের পর তরুণরা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। | #March21 #Jan30 #Sudan Gli cyber-activist sudanesi stanno cambiando il mondo che li circonda. |
22 | #মার্চ২১#জানু৩০#সুদান সুদানের সাইবার সক্রিয়তাবাদীরা তাঁদের চারপাশের জগতকে পরিবর্তন করছেন। | Oltre al desiderio di potersi connettere più facilmente al mondo attraverso internet, vogliono far parte del movimento locale per il cambiamento in Sudan. |
23 | যত বেশি ইন্টারনেটের মাধ্যমে তাঁরা বিশ্বের সাথে যুক্ত হতে চাইবে তত বেশি তাঁরা সুদানের পরিবর্তনের জন্য চলমান স্থানীয় আন্দোলনের সাথে যুক্ত হতে চাইবে। | L'arrivo dei cavi di fibra ottica in molti paesi dell'Africa sub sahariana aiuterà certamente i giovani ad avere più potere nella regione per dar voce alle loro opinioni e contribuire a un cambiamento politico. |
24 | সাব-সাহারান আফ্রিকান দেশগুলোতে ফাইবার অপটিকের আগমন এ অঞ্চলের তরুণদের মত প্রকাশে এবং রাজনৈতিক পরিবর্তনে অবদান রাখতে নিশ্শ্চিতভাবেই ক্ষমতায়ন করেছে। | In seguito a iniziative online come questa, il Partito del congresso nazionale al governo ha messo in guardia dai“cyber-jihadisti” [en] che “si apprestano a sferrare campagne online contro il governo”. |
25 | এ ধরনের একটি অনলাইন প্রচারণা দি স্পার্ক-এর বিষয়ে ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টি হুমকী দিয়ে বলে যে, সরকার বিরোধী অনলাইন প্রচারণাকারী “সাইবার জিহাদীদের” গুঁড়িয়ে দেওয়া হবে। | |