# | ben | ita |
---|
1 | মেক্সিকো: ২০ বছর বয়সী নারী উত্তর মেক্সিকোর শহরে নতুন পুলিশ প্রধান | Messico: studentessa ventenne diventa capo della polizia |
2 | তাঁর নাম মারিসোল ভ্যালেস গার্সিয়া এবং তাঁকে বলা হয় “মেক্সিকোর সবচাইতে সাহসী নারী” [ স্পেন] | Si chiama Marisol Valles García, ed è stata soprannominata la “donna più coraggiosa del Messico” [es]. |
3 | অপরাধ বিজ্ঞান বিষয়ের শেষ বর্ষে অধ্যায়ন করা ২০ বছর বয়সী বিবাহিত নারী ভ্যালেস গার্সিয়া চিচুওয়াহুয়ার প্রাক্সেডিস এর নতুন পুলিশ প্রধান হয়েছেন। | Marisol ha 20 anni, è sposata, e frequenta l'ultimo anno di criminologia all'università; è anche il nuovo capo della polizia della città di Práxedis Guadalupe Guerrero, nello stato di Chihuahua [en, come tutti gli altri link eccetto ove indicato]. |
4 | মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহর সিউদাদ জুয়ারেজ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দুরে প্রাক্সেডিস শহর অবস্থিত। | Práxedis si trova a circa 100 chilometri da Ciudad Juárez, la città più violenta del Messico [in una regione al centro della guerra del narcotraffico]. |
5 | কিন্তু কেন তাঁকে এ গুরুত্বপূর্ণ চাকুরি টি দেওয়া হয়েছে? | Perché una ragazza così giovane ricopre una carica così importante? |
6 | দি মেক্স ফাইলস ব্লগের রিচার্ড গ্র্যাবম্যান পরিস্থিতির ব্যাখ্যা প্রদান করেছেন: | Lo spiega Richard Grabman sul suo blog The Mex Files: |
7 | ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের ছাত্রী মারিসোল ভ্যালেস গার্সিয়া একমাত্র প্রার্থী যে জননিরাপত্তা বাহিনীকে হুকুম করার জন্য এগিয়ে এসেছে। | L'unica a candidarsi per il posto di comando delle forze dell'ordine è stata Marisol Valles García, ventenne laureanda in criminologia. |
8 | শহরের নতুন শেরিফ (এবং মেক্সিকোর তরুণতম পুলিশ প্রধান) একটি ছোট ডিপার্টমেন্টের তত্ত্বাবধান করেন যেখানে প্রতি কমিউনিটির জন্য সর্বোচ্চ দু'দফায় কর্মকর্তাদের পরিক্রমণ বা পেট্রোলের ব্যবস্থা রয়েছে। | Il nuovo sceriffo della città (e il più giovane capo della polizia in Messico) gestisce un piccolo dipartimento che al massimo è in grado di fornire due turni di pattuglia per quartiere. |
9 | ২১ বছর বয়সী ব্লগার ক্রিস্টিয়ান গার্সিয়া এ বিষয়ে মন্তব্য করেন: | Cristhian García, blogger messicano di 21 anni, commenta [es]: |
10 | | Il sindaco di questa città cercava un capo della polizia, e una volta passato in rivista l'intero personale a disposizione, Marisol si è fatta avanti e ha detto: “Qui la gente ha paura, tutti ne abbiamo. |
11 | মারিসোল তাঁর সাহস প্রমানের জন্য গতকাল নিজের উন্মুক্ত মুখাবয়বের ছবি প্রদর্শন করে এ কথা প্রমান করার জন্য যে, সংঘবদ্ধ অপরাধ এবং মাদক পাচারের বিরুদ্ধে স্বেচ্ছায় যুদ্ধ করার জন্য মেক্সিকোতে এখনো কিছু সাহসী মানুষ আছে। | E' giunta l'ora di trasformare questa paura in sicurezza”. Per dimostrare il suo coraggio, ieri Marisol si è fatta fotografare a volto scoperto, dimostrando che in Messico ci sono ancora persone coraggiose disposte a lottare contro i narcotrafficanti e la criminalità organizzata. |
12 | সংবাদ ভিত্তিক ওয়েবসাইট লা পোলাকা [স্পেন] এক নিবন্ধে উল্লেখ করে যে,“ পুলিশ প্রধান তো নয়ই বরঞ্চ পুলিশ হতেও কোন পুরুষ আগ্রহী নয় কারন, অনেক পোষাকধারীর খুন হওয়ার মত তাদেরও খুন হওয়ার ভয় রয়েছে।” | Secondo un articolo apparso sul sito di informazione La Polaka [es] “nessuno degli uomini [della città] vuole diventare poliziotto, tantomeno capo della polizia, per paura di essere giustiziati, come già è successo a tanti altri agenti di polizia.” |
13 | বর্তমানে মেক্সিকান নাগরিকগণ এবং সারা বিশ্বের জনগণ যারা ভ্যালেস গার্সিয়ার বিষয়টি জানে তাঁরা এ বিষয়ে টুইটারে আলাপ-আলোচনা শুরু করেছে। | Il caso Valles García è stato oggetto di discussioni su Twitter, sia da parte dei cittadini messicani, sia da parte dei netizen di ogni parte del mondo che hanno saputo della notizia. |
14 | ওহাইয়ো থেকে টুইটার ব্যবহারকারী এডাম ডি. | L'utente Adam D. |
15 | প্রিন্স (@rabbitcincouno) বলেন: | Prince (@rabbitcincouno) scrive dall'Ohio: |
16 | #সপ্তাহের নায়ক পদকটি পেলেন ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মারিসোল ভ্যালেস গার্সিয়া, যিনি মেক্সিকোর গুয়াডালুপের পুলিশ প্রধান হয়েছেন। | #HerooftheWeek Il titolo [di eroe della settimana] va alla ventenne Marisol Valles Garcia, studentessa di criminologia che è diventata capo della polizia a Guadalupe, in Messico… |
17 | মেক্সিকোর ভেরাক্রুজ এর লরা রুইজ(@YoSoyBereNice) বলেন: | Laura Ruíz (@YoSoyBereNice), da Veracruz, Messico, contribuisce alla discussione scrivendo: |
18 | ২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া চিহুয়াহুয়ার পুলিশ প্রধান হয়েছেন যিনি সেখানকার একমাত্র সাহসী ব্যক্তি। | La ventenne Marisol Valles Garcia è diventata capo della polizia a Chihuahua. Ora sapete chi porta i pantaloni da quelle parti. |
19 | অভিনেতা টম ক্রুজ, (@TomCruise) ও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন: | La questione è stata discussa persino sull'acconto Twitter dell'attore hollywoodiano Tom Cruise (@TomCruise): |
20 | ২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া প্রকৃত জীবনের নায়ক যে মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহরের পুলিশ প্রধান। | Marisol Valles Garcia, capo della polizia della città più violenta del Messico, è una vera eroina. |
21 | চলুন আমরা তাঁকে সমর্থন জানাই: http://bit.ly/ata0wm | Mostriamole il nostro sostegno: http://bit.ly/ata0wm |
22 | সর্বশেষ পেরিদিস্তা ডিজিটাল [স্পেন] ব্লগে হারমোসিল্লো বিষয়টিকে এবং ভ্যালেস গার্সিয়াকে তাঁর এলাকার গর্ব হিসাবে গুরুত্ব দিয়ে বলেন: | Infine, il blog Hermosillo su Periodista Digital [es], definisce Valles García “l'orgoglio della regione”: |
23 | সন্দেহাতীতভাবে আবারো একজন সাহসী ও সুন্দরী নারীর “স্কার্ট”চিহুয়াহুয়া অঞ্চলকে সুনামের অধিকারী করেছে। | Ancora una volta, senz'alcun dubbio, sono state le sottane di una donna di Chihuahua, bella e coraggiosa, a rendere onore alla regione. |
24 | যাহোক আমরা এ নারী মারিসোল ভ্যালেস গার্সিয়া যে চাকুরি গ্রহণ করেছে তার জন্য তাঁকে এই বড় অক্ষরগুলোর মতই স্বাগত জানাই। | Qualsiasi commento è benvenuto perché LEI, MARISOL VALLES GARCÍA, [da scriversi] in maiuscolo, è stata l'unica ad accettare l'incarico. |