Sentence alignment for gv-ben-20151121-50739.xml (html) - gv-ita-20151121-97469.xml (html)

#benita
1#বাসেলকেমুক্তকর: সিরিয়ার ওয়েব ডেভেলপারের মৃত্যুদণ্ড নিয়ে গুজব#FreeBassel: le ultime voci riguardo la condanna a morte dello sviluppatore siriano
2বাসেল খারতাবিল।Bassel Khartabil.
3ছবি জোই ইতোর। উইকিমিডিয়ার সৌজন্যে- সিসি বাই ২.Foto di Joi Ito da Wikimedia (CC BY 2.0)
4০ । গুজব ছড়িয়েছে সিরিয়ার সরকার কারারুদ্ধ সিরিয়ান-ফিলিস্তিনি সফটওয়্যার প্রকৌশলী বাসেল খারতাবিলকে গোপনে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে।
5তিনি বাসেল সাফাদি নামেও পরিচিত। এই ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপার ও ব্লগার গত ২০১২ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় বিভিন্ন জেলে দিন কাটাচ্ছেন।Circolano voci riguardo ad una sentenza di morte emessa segretamente dal governo siriano nei confronti del prigioniero siro-palestinese Bassel Khartabil [it], sviluppatore di software conosciuto anche come Bassel Safadi.
6২০১৫ সালের অক্টোবর মাসে বাসেলকে আদরা কারাগার থেকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।Bassel, un blogger e sviluppatore di software open-source è tenuto prigioniero in Siria da Marzo 2012.
7যে সময়ে, তার স্ত্রী নুরা গাজী জানিয়েছিলেন যে “সেনাবাহিনীর ফিল্ড কোর্টের একটি ‘অতি গোপনীয়' সিল মারা অর্ডার মোতাবেক সামরিক পুলিশ বাসেলকে তার আদরা কারাগারের সেল থেকে সরিয়ে নেয়।”Nell'Ottobre 2015 Khartabil è stato trasferito dalla prigione di Adra [it] verso una destinazione tuttora ignota; la moglie Noura Ghazi riporta che [en, come i link seguenti, salvo diversa indicazione] “la polizia militare ha prelevato Bassel dalla sua cella ad Adra con un ordine ‘top secret' emesso dalla corte militare”.
8গত ১২ই নভেম্বর গাজী জানিয়েছে আসাদ সরকারের ভেতরের লোকরা তাকে জানিয়েছে বাসেলের উক্ত মৃত্যুদণ্ডের কথা।Il 12 Novembre 2015 Ghazi ha scritto di essere stata contattata da individui che si sono identificati come appartenenti al governo di Assad, che l'hanno informata della presunta sentenza.
9গাজী ফেসবুকে লিখেছেন:Ghazi ha riportato su Facebook [ar]:
10আমি খুবই ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক একটি খবর শুনেছি এইমাত্র যে বাসেলকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে।Ho appena ricevuto l'allarmante notizia che Bassel è stato condannato a morte.
11তার মানে হচ্ছে তার সেই সামরিক কারাগারে স্থানান্তর খুব বিপজ্জনক একটি লক্ষণ ছিল।Penso che questo significhi che il trasferimento alla prigione militare comporti un grande pericolo.
12আমি সত্যিই অন্যান্য খবর জানি না।Non ho altre informazioni.
13ঈশ্বর তাকে সাহায্য করুন - আশা করি এখনো খুব দেরি হয়ে যায় নি।Che Dio lo aiuti, speriamo che non sia troppo tardi.
14আমরা তার বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে খুবই চিন্তিত।Tutti noi temiamo per la sua vita.
15এই গুজব নিশ্চিত করা কঠিন এবং বাসেলের হদিস এখনও অজানা রয়েছে।Anche se queste voci sono difficili da confermare, la posizione di Bassel resta tuttora sconosciuta.
16বাসেলের সমর্থকবৃন্দ বিদেশী সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষের কাছে যেন তারা আবেদন করে যে বাসেল কোথায় আছে তা যেন তার পরিবারকে অবহিত করা হয় এবং তাকে ক্ষমা করে দেয়া হয়।
17জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ইন্টারনেট গভর্নেন্স ফোরামে বাসেলের সমর্থকদের একটি বিবৃতি প্রচারিত হয়:I suoi sostenitori esortano i governi stranieri e le Nazioni Unite ad attivarsi, richiedendo che le autorità siriane rilascino informazioni riguardo la sua destinazione e gli concedano clemenza.
18বাসেলকে জোরপূর্বক নির্বিচারে আটক রাখা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।All'Internet Governance Forum sponsorizzato dalle Nazioni Unite e tenutosi a João Pessoa this week, i suoi sostenitori hanno fatto circolare una dichiarazione che recita:
19তার হদিস প্রকাশ করতে কর্তৃপক্ষের অস্বীকার বুঝিয়ে দেয় যে এটি একটি বলপূর্বক অন্তর্ধান ছিল।La detenzione di Bassel è arbitraria e viola le norme di diritto internazionale in materia di diritti umani.
20তার প্রহসনমূলক বিচারের প্রক্রিয়া একটি ন্যায্য বিচারের মান পূরণ করে না।Il rifiuto delle autorità di rivelarne la posizione costituisce una sparizione forzata, la cui prosecuzione non rientra negli standard di un giusto processo.
21বাসেলকে নিঃশর্তভাবে তার পরিবারের কাছে মুক্ত করে দিতে হবে।Bassel può e deve essere incondizionatamente rilasciato.
22বাসেল গ্রেফতার হয় ২০১২ সালের মার্চ মাসে - সিরিয়ার বিপ্লবের শুরুর প্রথম বার্ষিকীতে।Bassel è stato arrestato il 15 Marzo 2012, nel primo anniversario dell'inizio della Rivoluzione Siriana.
23সিরিয়ার সামরিক শাখা ২১৫ তাকে পাঁচ দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করে।
24এরপর তাকে জিজ্ঞাসাবাদ শাখা ২৪৮ এ স্থানান্তরিত করা হয় এবং নয় মাসের জন্য কোন যোগাযোগের সুযোগ না দিয়ে অন্তরীণ রাখা হয়।È stato interrogato e torturato per cinque giorni dalla divisione militare n°215, trasferito poi alla divisione interrogatori n°248 e detenuto senza la possibilità di alcuna comunicazione per nove mesi.
25২০১২ সালের ৯ই ডিসেম্বর খারতাবিলকে একজন উকিলের উপস্থিতিতে একটি সামরিক অভিশংসকের সামনে আনা হয়, এবং “একটি শত্রু রাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তি'র” অভিযোগে অভিযুক্ত করা হয়। এরপর তাকে দামাস্কাসের আদ্রা কারাগারে পাঠানো হয় যেখানে তিনি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন।Il 9 Dicembre 2012, Khartabil è stato condotto davanti ad un pubblico ministero militare senza la presenza di un avvocato ed è stato accusato di essere ‘una spia per conto di uno stato nemico'; è stato quindi inviato alla prigione di Adra a Damasco, ultima ubicazione ad essere nota.