Sentence alignment for gv-ben-20110907-19867.xml (html) - gv-ita-20110908-44663.xml (html)

#benita
1ভারত: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে ৯ জন নিহতIndia: Esplosione a Delhi, frustrazione per l'ennesimo attentato
2আজ সকালে দিল্লি হাইকোর্ট ভবনের সামনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ব্যক্তি নিহত এবং প্রায় ৫০ জনের বেশি নাগরিক আহত হবার সংবাদ পাওয়া গেছে।Sono almeno 12 le persone rimaste uccise [it], e 75 i feriti, nell'esplosione [en, come tutti i link successivi tranne ove diversamente segnaato] avvenuta davanti all'ingresso dell'Alta Corte di Delhi la mattina del 7 settembre.
3আপাতত মনে হচ্ছে এক একটি সুটকেসের ভেতরে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা রাখা হয়েছিল, তবে প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত জারী রয়েছে।Sembra che la bomba, ad alto potenziale, fosse celata in una valigia, anche se sono ancora in corso le indagini per appurare l'esatta dinamica dell'attentato.
4এই ঘটনায় নেট নাগরিকরা বিস্ময় এবং ক্ষোভের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।Le reazioni dei netizen su twitter sono sospese tra lo shock e la rabbia.
5@আদিত্যপাটোয়ারী - দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণ!@adityapatawari - Esplosione all'Alta Corte di Delhi!
6নিরাপত্তা সংস্থা সমূহের এক ক্রমাগত ব্যর্থতা !E' un grave fallimento dei servizi di sicurezza!
7#দিল্লি #বিস্ফোরণ #ভারত http://goo.gl/fb/Qu4Kt#delhi #blast #india http://goo.gl/fb/Qu4Kt
8@আদিত্যপাটোয়ারী : কেন বিস্ফোরণের পর সতর্কতা জারী করা হল?@adityapatawari: Perché si lanciano gli allarmi_dopo_le esplosioni?
9নিরাপত্তা সংস্থা কি বিস্ফোরণের আগে সর্তক থাকতে এবং দিনটিকে রক্ষা করতে পারে না?Non era meglio che i servizi fossero all'erta prima dell'esplosione, in modo da impedirla?
10#দিল্লি #ব্লাস্ট #ভারত#delhi #blast #india
11@শেখরকাপুর: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ার সংবাদ আসছে, এক ভয়াবহ বিপর্যয়, আরো একবার সন্ত্রাস ভারতকে আঘাত করল।@shekharkapur: Si susseguono le notizie sul conto dei morti nell'esplosione davanti all'Alta Corte a Delhi. Una terribile tragedia, ancora una volta il terrorismo colpisce l'India.
12@এওয়াইএস৭: দিল্লি হাইকোর্ট-এর বাইরে বোমা বিস্ফোরণ……সন্ত্রাস আরো একবার আঘাত হানল!!@ays7: Esplosione davanti all'Alta Corte di Delhi… il terrorismo colpisce ancora!!
13দিল্লির হাইকোর্ট ভবন।L'Alta Corte di Delhi.
14ছবি ফ্লিকার-এর রমেশ লালওয়ানির ( সিসি বাই- এনসি ২.Immagine dell'utente Flickr Ramesh Lalwani (CC BY-NC 2.0).
15০)। নেট নাগরিকরা টুইটারে অজস্র প্রশ্ন করেছে:Sempre su Twitter, i netizen hanno subito preso a porsi diverse domande:
16@আইআরএফহাবিব: সরকার বলছে যে আজকের বিস্ফোরণ সম্বন্ধে তাদের কাছে কোন তথ্য ছিল না, মে ২০১১-এ, যে ছোট আকারের বোমা বিস্ফোরণ হয়েছিল, দিল্লি পুলিশকে জাগিয়ে তোলার জন্য সেটাই কি যথেষ্ট ছিল না?@irfhabib: Secondo il Governo nulla faceva presagire questo attentato. Non è bastata l'esplosione dello scorso maggio a dare una svegliata alla polizia di Delhi?
17@ফাল্গুনি: দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটেছে এই সংবাদ শুনলাম, কেন এ ধরনের সংবাদ শোনার অভ্যাস হয়ে যাচ্ছে এবং প্রতিবার যেন প্রতিক্রয়া প্রদর্শনের পরিমাণ ক্রমশ: কমে আসছে?@falguni: Ascolto le ultime dell'esplosione a Delhi. Perché ci stiamo abituando a questo tipo di notizie, e perché la reazione è via via meno intensa?
18@ঘাজালওয়াহাব: সরকার দিল্লি হাইকোর্ট-এর সমানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে, সরকার যেন এটাই করতে পারে, অথবা সরকার-এর চেয়ে বেশী কিছু করতে পারে না?@ghazalawahab: Il Governo condanna l'attentato all'Alta Corte di Delhi. E' il minimo che possano fare, o il massimo?
19@কার্থি: যদি দিল্লির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দিল্লিকে# বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তার কি ভাবে অন্য সব এলাকাকে নিরাপত্তা প্রদান করবে।@karthy: Se i nostri servizi di sicurezza non sono riusciti a proteggere Dehli dall'attentato [#blast] come possono pensare di difendere altri luoghi?.
20@সাতিইয়ামনিশ: দিল্লিতে আবার বোমা বিস্ফোরণ ঘটল…ভয়াবহ বিষয়, আমাদের সরকার কখন শিক্ষা গ্রহণ করবে।@satyamnish: Ennesimo attentato a Delhi… orribile. Quando imparerà la lezione, il Governo?
21এই ঘটনায় সবাই প্রার্থনা এবং মন্তব্য করেছে:Continuano ad arrivare punti di vista e preghiere per le vittime:
22@জিতেশপিল্লাই: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে যারা নিহত হয়েছে তাদের জন্য নিরবে এক প্রার্থনা করছি।@jiteshpillaai: Una preghiera silenziosa per quanti hanno perso la vita nell'esplosione di Delhi.
23নিহত এবং আহতদের জন্য প্রার্থনা করছি।Prego anche per i feriti e per quanti hanno perso i propri cari.
24আমি অত্যন্ত দুঃখিত।Mi dispiace.
25@আসাজকেকে: দিল্লিতে আরো একবার বোমা বিস্ফোরণ ঘটল!@ashajkk: Ancora un'esplosione a Delhi!
26বেদনার্ত এবং বিরক্ত!Deprimente e disgustoso!
27@টেস্টআরটেস্টেড: ২০১১ সালে ইতোমধ্যে ভারত দশম বোমা বিস্ফোরণ উদযাপন করল।@testertested: L'India festeggia il suo decimo attentato del 2011. Questa volta, addirittura davanti all'Alta Corte.
28অভিনন্দন!Congratulazioni!
29এ ভাবে দিন কেটে যাবে #দেলহি হাইকোর্ট #দেলহিব্লাস্ট #কংগ্রেসE' così che si fa.
30@জানেমানা: দিল্লিতে বোমা বিস্ফোরণ!#Delhi HC #delhiblast #congress
31শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন।@jnemana: Bomba a Delhi: fra poco le dichiarazioni del Ministro dell'Interno.
32আশা করি সরকারে গোয়েন্দা বিভাগ যে এই বিষয়ে কোন ধারনা লাভ করতে ব্যর্থ হয়েছে তার দায়িত্ব মাথায় নিয়ে তিনি পদত্যাগ করবেন।Spero annunci le dimissioni, e che si riconosca l'incapacità del Governo a mettere insieme le informazioni di intelligence.
33এছাড়াও ব্লগাররা এই ঘটনায় কাজে নেমে পড়েছে। তারা হেল্পলাইন বা সাহায্য সংস্থার নম্বরগুলো টুইট, ব্লগ করছে।Ma i netizen si sono anche attivati prontamente, diffondendo su Twitter e sui blog i numeri per contattare i centralini di soccorso.
34এদিকে এখনো অন্যরা নাগরিকদের অনুরোধ করছে যেন তারা জরুরী প্রয়োজন নয়, এমন কাজে আজকের জন্য বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যাতে ফোন লাইনগুলোকে ফ্রি রাখা যায়।Altri ancora, ieri, hanno chiesto alla popolazione di fare la propria parte ricorrendo a strumenti alternativi di comunicazione per tenere le linee telefoniche libere il quanto più possibile.
35@মিহিরবিজুর: যদি আপনি দিল্লিতে বাস করে থাকেন, তাহলে প্রথম যে কাজটি আপনি করতে পারেন, সেটি হচ্ছে ফোন লাইনগুলোকে জ্যাম বা ব্যস্ত না করে ফেলা।@MihirBijur: Se siete a Delhi, la prima cosa che dovete fare è di NON intasare le linee telefoniche.
36এর জন্য এসএমএস/ই-মেইল/ ফেসবুক/ টুইটার-এর মাধ্যমে যোগাযোগ করা।Usate SMS/E-MAIL/FACEBOOK/TWITTER per comunicare.
37#দেলহিব্লাস্ট পিএল আরটি#DelhiBlast PL RT