Sentence alignment for gv-ben-20110623-18279.xml (html) - gv-ita-20110602-40388.xml (html)

#benita
1থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?Tailandia: la sorella dell'ex premier potrebbe diventare la prima donna a guidare il Paese
2৩ জুলাই ২০১১-এ, অনুষ্ঠিত হতে যাওয়া থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং বর্তমান প্রধানমন্ত্রী অভিশিত ভিজাজিভা এবং ফিউ থাই পার্টির ইংলাক সিনাওয়াত্রা দেশটির সর্বোচ্চ পদটির জন্য লড়বেন।Il Primo Ministro Abhisit Vejjajiva (del Partito Democratico) [th] e Yingluck Shinawatra (del Partito Pheu Thai) [th] si contenderanno il mandato di Presidente della Tailandia durante le elezioni politiche [en, come gli altri link, tranne ove diversamente specificato] del 3 luglio.
3ইংলাক হচ্ছে থাইল্যান্ডের নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। গত কয়েক সপ্তাহে সে এক জনপ্রিয় এবং গুরুত্বপুর্ণ প্রার্থী হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে।A fine maggio, il nome di Yingluck, sorella di Thaksin Shinawatra (l'ex Primo Ministro destituito) , era emerso come una seria alternativa popolare; nel caso vincesse, la democratica potrebbe diventare la prima donna Primo Ministro in Tailandia.
4হয়তোবা এমন ঘটনা ঘটতে পারে, তাতে ইংলাক হতে পারে আগামীতে থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।Quali sono le reazioni del web alla candidatura di Yingluck?
5ইংলাক-এর প্রার্থিতার ব্যাপারে নিয়ে অনলাইনে প্রতিক্রিয়া কি ধরনের?Andrew Walker, che scrive per il New Mandala, ne sottolinea i punti di forza:
6এন্ড্রু ওয়াকার, যে নিউ মান্দালায়-এ লিখে থাকে, সে ইংলাক-এর শক্তিমত্তাকে চিহ্নিত করছে:Yingluck rappresenta un cambiamento migliore per Thaksin rispetto a Samak [it].
7থাকসিনের জন্য ইংলাক হচ্ছে সামাকের চেয়ে ভাল বিকল্প, যে আসলে তার হয়ে কাজ করবে।Che sia più attraente di lui è ovvio…
8অন্য কোন কিছু না বলে, শুধু এ কথা বলা যায় যে, সে হচ্ছে আরো বেশি সাজিয়ে উপস্থাপনের যোগ্য…।Yingluck simboleggia perfettamente la propensione di Thaksin al cambiamento generazionale.
9থাইল্যান্ডে যে প্রজন্ম গত যে পরিবর্তন ঘটছে, ইংলাক তার ক্ষেত্রে থাকসিনের এক উপযুক্ত প্রতীক হিসেবে আবেদন রাখতে পারবে; তার নারীত্ব, থাকসিনের যে ক্ষমতার প্রকাশভঙ্গিকে চ্যালেঞ্জ করার অভ্যাস, তার নীচে চাপা থাকবে।
10ইংলাক বাণিজ্যিক এক পরিবেশ থেকে উঠে এসেছে, যা থাকসিনের সিইও স্টাইলের বাস্তবতার প্রতিধ্বনি ঘটায়। ইংলাক অর্থনৈতিক সাফল্য সেই উৎসাহকে উদ্দীপ্ত করে, যা থাকসিন শুরু করে গেছে; আর রাজনীতিতে ইংলাকের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে সম্ভাবনাময়, সেটি হচ্ছে তার নামের সাথে সিনাওয়াত্রা যুক্ত রয়েছে।Il fatto che [Yingluck] sia una donna sottolinea la sfida [di Thaksin] alle espressioni tradizionali del potere; il suo background imprenditoriale richiama lo stile da direttore generale del fratello; i suoi successi nel campo dell'economia fanno ben comprendere le aspirazioni coltivate dallo stesso Thaksin.
11রাজনৈতিক পরিভাষায়, ইংলাক হচ্ছে থাই রাজনীতিতে আরেক পোষাকে থাকসিনের হাজির হওয়া।Inoltre, il suo cognome è Shinawatra.
12দি লস্ট বয়, এই অঞ্চলের অন্যান্য নারী নেত্রীদের সাথে ইংলাককে যুক্ত করেছে:In termini politici, Yingluck è Thaksin vestito da donna. Profilo Twitter di Yingluck
13এই অঞ্চলের যে সব নারী নেত্রী রয়েছে সাধারণত তাদের যে ধরন, তার সাথে ইংলাকের সবকিছু মিলে যায়।The Lost Boy esamina la candidatura di Yingluck comparandola ad altri leader donna della regione:
14সে এক অভিজাত পরিবার থেকে এসেছে, তার মধ্যে এক শক্তিশালী নারীত্বের গুণাবলী বিদ্যমান, সে শিক্ষিত, সে পরিবর্তনের সম্ভব্য এক এজেন্ট, পারিবারিক ঐতিহ্যের কারণে লোকজন তার কথা শুনবে তার এবং সে এক শান্ত স্বভাবের নেত্রী হবে।[Yingluck] corrisponde allo stereotipo regionale della donna leader. Proviene da un ambiente d'élite, ha forti qualità femminili, è un potenziale agente del cambiamento, la gente la ascolterà grazie ai suoi legami familiari, e probabilmente sarà una leader timida.
15কিন্তু সাকসিত সাইয়াসোমাবাট নিশ্চিত নয় এই কারণে যে, সেসব ভোটাররা এখনো কাকে ভোট দেবে বলে সিদ্ধান্ত নেয়নি, কেবল তাদের ভোটে সে জিততে পারবে কি না:Saksith Saiyasombut non è sicuro che [Yingluck] sarà capace di conquistare gli elettori indecisi:
16যে সমস্ত ব্যক্তি থাকাসিনকে পছন্দ করে না, তারা ফি থাই নামক দলটিকে ভোট দেবে না এবং যারা এখনো বড় বেশী থাকসিনের কথা ভাবে সেই সব ভোটাররা তার বোনকে ভোট দেবে- এই ঘটনার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন ঘটবে না।Le persone che odiano Thaksin non voteranno comunque per il Puea Thai e gli elettori che nutrono ancora una forte stima nei suoi confronti voteranno sua sorella - da questo punto di vista non cambierà nulla.
17তবে এখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপুর্ণ তা হচ্ছে যে সমস্ত ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি, তদের ভোটে কি ইংলাক জিততে পারবে।La questione cruciale è se [Yingluck] riuscirà a conquistare gli elettori indecisi.
18এর জন্য আমাদের প্রচারণার শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে ইংলাক কি তার নিজের স্বপক্ষে দাড়াতে পারবে কিনা।Dovremo aspettare la campagna elettorale per vedere se sarà capace di stare in piedi da sola.
19সে যে কেবল থাকসিনের বোন নয়, এক রাজনীতিবিদ, তা প্রমাণ করার জন্য তার হাতে যথেষ্ট সময় আছে।[Yingluck] Ha ancora numerose occasioni per dimostrare che è una vera leader politica e non solo la sorella di Thaksin.
20এখন যে বিতর্ক চলছে সেটি হচ্ছে ইংলাক কি তার বিখ্যাত ভাইয়ের দুর্বল এক ক্লোন (হুবহু একই রকম সৃষ্টি করা মানুষ) হবে।Esiste, inoltre, un dibattito aperto sul fatto che la candidata sia solo un clone (di qualità inferiore) del suo famoso fratello.
21হ্যরিসন জর্জ, প্রাচিতাই-এ লিখে থাকেন, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন:Harrison George ne discute sul sito Prachatai:
22নিঃসন্দেহে থাকসিন তার বোন ইংলাককে রোবটের মত ব্যবহার করার পরিকল্পনা করেছে। যার মাধ্যমে সে দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এর মাধ্যমে সে নির্বাচিত না হয়েও প্রধানমন্ত্রীর মতই কাজ চালিয়ে যেতে পারবে।[Thaksin] Sta chiaramente pianificando di usare Yingluck come una sorta di robot che potrà comandare a distanza, in modo da agire come Primo Ministro senza essere eletto.
23কিন্তু ভাবা দরকার যে, বোনের মাধ্যমে থাকসিনের থাই রাজনীতিতে প্রবেশের চেষ্টা যে কিনা তার “ক্লোন”, এই বিষয়টি হয়ত অনেককে ভুল বোঝাতে পারে:Ma, secondo l'autore, la dichiarazione di Thaksin sul fatto che sua sorella sia solo un suo clone è stata male interpretata:
24এখন এর মানে হয়ত এটা ছাড়া আর কিছুই না যে, বংশ ধারার বিষয়ে থাকসিনের উপলব্ধি ততটাই দুর্বল যেমনটা ইংরেজী ব্যাকরণের ক্ষেত্রে তার ধারনা।Questo significa solamente che la conoscenza delle leggi della genetica di Thaksin è scarsa quanto la sua conoscenza della grammatica inglese.
25কিন্তু এই বিষয়টি এই ধারণা প্রদান করার সুযোগ করে দিতে পারে যে, ইংলাক কেবল রিমোট কন্ট্রোলে পরিচালিত কোন পুতুল নয়, কিন্তু তার বদলে সে রাজনীতির এক শিক্ষার্থী যে, প্রায় থাকসিনের আদর্শে চলা প্রশাসনকে চালাতে শিখবে।Al contrario, permette di comprendere che Yingluck non è solo un fantoccio controllato a distanza [da Thaksin], ma semplicemente un'abile seguace dello stile di Thaksin in tema di pubblica amministrazione.
26ঘটনা যাই হোক, ক্লোন নামক বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে:Qualunque sia la risposta, l'utilizzo del termine “clone” ha generato numerosi dibattiti negli ambienti politici:
27রাজনৈতিক ধারাভাষ্যকারদের এই বিষয়ে এক মাঠকর্ম করার বিষয় রয়েছে, তারা রাজনৈতিক শ্রেণীর মধ্যে সম্ভব্য কে কে ক্লোন হতে পারে তার ধারনা দিচ্ছে। এক্ষেত্রে তারা উল্লেখ করছে যে আসল মডেলের সাথে যে কোন ধরনের পার্থক্য দূর জন্য ক্লোন প্লাস্টিক সার্জারি করতে পারে।I commentatori politici si stanno divertendo a suggerire possibili cloni all'interno della classe politica e fanno notare come la chirurgia plastica possa rivelarsi utile per ridurre le somiglianze tra il clone e il modello originale.
28নির্বাচনী প্রচারণা দিক থেকে ইংলাক কেমন করছে?Che tipo di candidato è Yingluck?
29এখানে এক টুইটার প্রতিক্রিয়া:Ecco alcune reazioni da Twitter:
30@জিলিপ: আরটি@টরিফ্রাডঃ উত্তম, ইংলাক খুব ভালো বক্তা নন, কিন্তু আমি ধারণা করি তার তা হবার প্রয়োজন নেই।@zllip: RT @terryfrd: Beh, Yingluck non è una grande comunicatrice, ma comunque non penso che debba esserlo per forza.
31তার কর্মশক্তি রয়েছে, সে নিজেকে উপস্থাপন করতে পারে- আর তার নামের কথা নাই বা উল্লেখ করলাম।Ha energia, presenza, per non parlare del nome.
32আনেক সাও লাও মনে সন্দেহ পোষণ করেন বিরোধী দল ফিউ থাই-এর বিজয় মানবতার বিজয় হবে কিনা:Anek Sae-lao dubita del fatto che la vittoria del partito d'opposizione Pheu Thai possa significare una vittoria dei diritti umani:
33তিনি প্রশ্ন করেছেন যদি রেড শার্ট এবং তাদের প্রতি সহানুভুতিশীল ব্যক্তিরা কি আসলেই মনে করে একটি রাজনৈতিক দল হিসেব ফিউ থাই (পিটি) দল মানবাধিকার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।[Un giornalista de The Nation] si è chiesto se le “camicie rosse” e i loro simpatizzanti pensino davvero che il Pheu Thai (PT) sarà ben disposto verso i diritti umani e la supremazia della legge.
34আমি তার সাথে পুরোপুরি একমত এবং একই সাথে বিস্মিত হব যদি রেড শার্টরা সদস্যরা বোকার মত মনে করে বসে যে দলটি হচ্ছে সকল সমস্যার সমাধান।Condivido pienamente le sue perplessità e mi chiedo anche se i membri delle “camicie rosse” siano così ingenui da pensare che il partito sarà la soluzione a tutti i loro problemi.
35এটা বেশ আশঙ্কা জনক যে কিছু রেড শার্ট অনুসারী বিশ্বাস করে যে যদি পিটি নির্বাচনে জয়লাভ করে তাহলে, দলটি “আমাত” (অভিজাত) এবং “ প্রতিষ্ঠানের” বিরুদ্ধে একেবারে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে।È piuttosto preoccupante vedere che alcuni membri delle “camicie rosse” pensino che, se il PT vincerà le elezioni, il partito inizierà una guerra contro l' “amaat” (élite) e contro l' “establishment”.
36আমি সন্দেহ করি যে এমনটা ঘটতে পারে। না ইংলাক, না থাকসিন বাম পন্থী কোন রাজনৈতিক কর্মী।Dubito che questo avverrà: Yingluck non è un'attivista di sinistra e non lo è nemmeno Thaksin.
37তারা উভয়ে ব্যবসায়ী।Entrambi provengono dal mondo degli affari.
38উদ্ধৃতিতে যে রেডশার্টদের কথা বলা হল তারা সরকার বিরোধী বিক্ষোভকারী যারা ব্যাংককে গতবছর সরকারের সাথে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়।Le Camicie Rosse [it] citate si riferiscono ai manifestanti anti-governativi che l'anno scorso si sono scontrati con le forze governative a Bangkok.
39অনেকেই তাদের থাকসিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে বিবেচনা করে থাকেন।Da molte persone sono visti come fedeli sostenitori di Thaksin.
40অন্য অনেক দেশের মত আজকের থাই রাজনীতিবিদেরা বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছার জন্য সক্রিয়ভাবে সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করে থাকে।Profilo Twitter di Abhisit Come in altri Stati, anche i politici tailandesi oggi utilizzano i social media per raggiungere un pubblico più vasto.
41তারা তাদের প্রচারণার কৌশল জন্য সম্মিলিত ভাবে ফেসবুক, টুইটার, এবং পিক ব্যাজ ব্যবহার করে থাকে।I politici hanno integrato, all'interno delle loro campagna elettorali, l'uso di Facebook, Twitter e PicBadge.
42টুইটারে থাই নির্বাচন সম্বন্ধে তাজা সংবাদ জানার জন্য #থাইলেকশন এবং #টিএইচইলেকশন নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে।Gli hashtag utilizzati per monitorare gli aggiornamenti della campagna elettorale su Twitter sono #thaielection [th] e #THelection [th].
43ইংলাক এবং অভিশিত উভয়েরটুইটার একাউন্ট রয়েছে।Sia Yingluck [th] che Abhisit [th] hanno i loro rispettivi account su Twitter.
44টুইট ইয়োরসেলফ থাই উভয় দলের প্রার্থীদের টুইটের মধ্যে তুলনা করে দেখেছে।Tweet Yourself Thai fa un confronto dei tweet dei due candidati.
45জন রাসেল তার দুটি পোস্টে আলোচনা করেছেন যে কি ভাবে ইংলাক এবং অভিশিত কি ভাবে তাদের নির্বাচনী প্রচারণার জন্য ইন্টারনেটকে ব্যবহার করছে।Jon Russell ha pubblicato due post che mostrano come Yingluck e Abhisit stiano utilizzando Internet per aumentare l'impatto delle proprie campagne elettorali.