Sentence alignment for gv-ben-20120429-25729.xml (html) - gv-ita-20120427-58225.xml (html)

#benita
1ইকুয়েডর: উদ্বাস্তু নারী ও বালিকা যৌন কাজে ধাবিতEcuador: rifugiate costrette alla prostituzione per sopravvivere
2ভিজে আন্দোলনের ভিডিও তথ্যচিত্র ইকুয়েডরে উদ্বাস্তুরা যৌন কাজে ধাবিত সহিংসতার কারণে সীমান্তজুড়ে ইকুয়েডরে অভিবাসিত হতে বাধ্য হওয়া কলম্বিয়ার নারীদের পরিস্থিতি পরীক্ষা করে করে দেখছে।Il video-documentario realizzato dal Movimento Giornalismo Video, dal titolo Rifugiate avviate allo sfruttamento sessuale in Ecuador, [en, come i link successivi eccetto ove diversamente indicato] analizza la condizione di molte donne colombiane costrette ad attraversare il confine con l'Ecuador a causa delle violenze subite.
3অনেক ক্ষেত্রে বৈধ কাজ না পেয়ে জীবিকার জন্যেই নারী এবং তাদের কন্যারা একঅসময় নিজেদের যৌন কাজে যুক্ত হিসেবে আবিষ্কার করে।E spesso, vedendosi preclusa ogni possibilità di lavorare legalmente, madri e figlie finiscono nel mercato del sesso per sopravvivere.
4এমি ব্রাউন এলাকাটির নারী এবং সংস্থাগুলো সাক্ষাৎকার নিয়ে পরিস্থিতিটির উপর একটি প্রতিবেদন তৈরী করেন।Amy Brown ha raccolto le testimonianze di alcune donne e agenzie del posto sui fatti.
5গেরিলাদের হুমকির কারণে কলম্বিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হওয়া নারীরা যে গল্পটি বলেছে তা হলো শুধু সন্তানাদি এবং সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে তাদের বহুবার ব্যবসা এবং গৃহস্থালী ছাড়তে হয়েছে।Le storie raccontate parlano di donne che sono scappate dalla Colombia, per le minacce collegate alla guerriglia, spesso lasciandosi alle spalle il loro lavoro e una casa e portandosi dietro figli e pochi effetti personali.
6ভিসা না পাওয়া পর্যন্ত উদ্বাস্তুরা আইনতঃ কাজ করতে পারে না এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ মাস পর্যন্ত লাগতে পারে, এসময়টিতে - ভিডিওটির মতে - “নারী এবং বালিকারা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থেকে যায়”।Ai rifugiati non è consentito lavorare legalmente senza il visto, e la procedura per ottenerlo può impiegare anche 18 mesi, e nel frattempo espone a un “enorme pericolo donne e ragazze” come si afferma nel video. Donna che lavora in un bar in Ecuador.
7অনেক ক্ষেত্রে খাদ্য কেনার জন্যে তাদের এটা-ওটা কাজের অনুরোধ যেমন ধোওয়া অথবা রান্না করা শেষ পর্যন্ত “পরিচারিকা” হওয়ার প্রস্তাবে পর্যবসিত হয়, শব্দটি বিভিন্ন বার এবং পতিতালয়ের জন্যে কর্মরত পতিতাদের ক্ষেত্রে স্থানীয় শ্রুতিমধুর নাম হিসেবে ব্যবহৃত হয়।Fotogramma da documentario. Durante la loro ricerca di lavoretti umili per poter tirare avanti, come donne delle pulizie o cuoche, spesso capita che ricevano una controfferta per diventare “cameriera”, eufemismo che sta ad indicare prostituta, da collocare nei diversi bar e bordelli locali.
8একজনকে বলা হলো সে চাইলে তার সুন্দরী কন্যাটিকে একটা পতিতালয়ে কাজ করার জন্যে দিতে পারে… বালিকাটির বয়স মাত্র ১৩ বছর।A una di queste poverette è stato detto chiaramente che sua figlia poteva lavorare in un bordello… e la ragazza aveva solo 13 anni.
9তবে নারীদের ক্ষেত্রে ৩ থেকে ৬মাস কোন কাজ, সঞ্চয় এবং সুযোগ না থাকার ফলে শেষ পর্যন্ত শুধু যৌন কাজের দিকে ধাবিত হওয়ার পথটিই অবশিষ্ট থাকে।Purtroppo per moltissime donne, senza lavoro da diversi mesi, senza risparmi e senza prospettive, la strada della prostituzione sembra l'unica scelta possibile.
10তাদের অনেক খদ্দের: ঘটনাটিকে পর্যবেক্ষণ করা একজন সাক্ষাৎকার প্রদানকারীর মতে তেল কোম্পানীগুলোর আগমন প্রথম খদ্দের নিয়ে আসে যদিও তারাই এখনও এই ক্রমবর্ধমান শিল্পের প্রধান ভোক্তা: প্রদেশটিতে শুঁড়িখানা ও পতিতালয়ের সংখ্যা বাস্কেটবল ও ফুটবল মাঠের চেয়ে বেশি।E i clienti certo non mancano: secondo una delle intervistate che studia il fenomeno, l'arrivo delle società petrolifere ha portato i primi clienti, e loro sono ancora i clienti principali di questa fiorente industria: ci sono più bar e bordelli che campi da basket e calcio in questa provincia.
11অল্পবয়েসী ছেলেমেয়েদের জন্যে কাজকর্ম এবং সুযোগের অভাব মেয়েশিশুদের ঝুঁকিপুর্ণ করে তোলে: কোন কাজকর্ম না থাকা ১১ থেকে ১২ বছর বয়েসীদেরই বেআইনি কর্মকাণ্ডে, মেয়েদের ক্ষেত্রে যৌন কাজ এবং যৌন পাচারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।Questa realtà carente di opportunità per i giovani, pone le ragazze a rischio maggiore: non avendo nulla da fare, gli adolescenti sono a rischio di finire nell'illegalità; nel caso specifico delle ragazze, sarà la strada della prostituzione e del traffico sessuale.