# | ben | ita |
---|
1 | কিউবা: প্লেন দুর্ঘটনার পরে ইন্টারনেটে সংহতি | Cuba: cordoglio per le vittime del recente disastro aereo |
2 | ৬৮জন যাত্রীবাহী কিউবার এক বিমান দুর্ঘটনাকবলিত হয়েছে। | Aereo cubano si schianta al suolo con 68 persone a bordo. |
3 | ছবি এস্কাম্ব্রের সৌজন্যে। | Foto concessa dal quotidiano Escambray. |
4 | গত ৪ঠা নভেম্বর বৃহষ্পতিবার বিকেলে এস্কাম্ব্রে সংবাদপত্রের ডিজিটাল ওয়েবসাইট নিশ্চিত করেছে যে মধ্য কিউবার সাংটি স্পিরিটাস শহরের ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গুয়াসিমাল শহরের কাছে একটা প্লেন দূর্ঘটনা কবলিত হয়েছে এবং আটষট্টি জন এতে মারা গেছেন। | All'alba di giovedì 4 novembre, il sito del quotidiano Escambray [es, come tutti i link tranne ove diversamente indicato] ha confermato la notizia di un incidente aereo nel centro dell'isola, nei pressi di Guasimal, città sita a circa 15 chilometri da Sancti Spiritus. |
5 | কয়েক মিনিটের মধ্যে টুইটার ব্যবহারকারী কিউবানরা ভয়াবহ এই দূর্ঘটনা সম্পর্কে তথ্য আদান প্রদান করতে শুরু করেন। | Sessantotto le vittime: pochi minuti dopo la notizia, gli utenti cubani di Twitter hanno cominciato a scambiarsi informazioni sul disastro. |
6 | সাংবাদিক @হাম্বক৬৬ ঘটনার প্রথমদিককার বিষয়গুলো টুইট করেছেন, আর তার সাথে যারা বেঁচে আছেন তাদের খোঁজার জন্য অ্যাম্বুল্যান্সের আর প্যারামেডিকের আগমন নিয়েও তথ্য দিয়েছেন। তারা যখন উদ্ধারের সম্ভাবনা নাকচ করে দেন ততক্ষণে দুর্ঘটনার শিকারদের আত্মীয়দের জন্য সমর্থনের বার্তা ওয়েব ব্যাপী ছড়িয়ে পড়ে। | Il giornalista @humbct66 ha diffuso sulla popolare piattaforma le prime ricostruzioni dell'incidente e dell'arrivo dei soccorritori alla ricerca di sopravvissuti: non appena scartata questa ipotesi, la blogosfera cubana è stata invasa da messaggi di cordoglio indirizzati ai parenti delle vittime. |
7 | সংহতি বাড়ছে। | La solidarietà è palpabile. |
8 | গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত বার্তা ওয়েবের #দুর্ঘটনা #সান্কতিস্পিরিটাস হ্যাশট্যাগে মিশে গেছে। | [Con gli hashtag] #accidente e #SanctiSpíritus stanno circolando tanto i messaggi di personalità pubbliche quanto quelli della gente comune. |
9 | হ্যাশট্যাগ #কিউবা ব্যবহার করে প্রথম উৎসাহদানকারী বার্তা ছিল বিদেশে থাকা কিউবানদের কাছ থেকে। | Con l'hashtag #Cuba, invece, sono arrivati i primi messaggi di sostegno da parte di cubani emigrati. |
10 | @মারিয়ানেলি৫৪ লিখেছেন: | @marianeli54 scrive: |
11 | আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আমার চিন্তা যারা আজকে কাঁদছেন ফ্লাইট এটিআর ৭২ এর দু:খজনক দুর্ঘটনার কারনে। | Il mio pensiero va al mio amato popolo che oggi piange il tragico incidente del volo ATR-72. |
12 | কিউবার ওয়েবসাইটগুলোতে মন্তব্যের জন্য যে স্থান রাখা আছে তা প্রথম পর্যায়ের এই ঘটনার বিস্তারিত জানানোর একটি উপায় হয়ে উঠেছিল। | Sui siti cubani, le sezioni dei commenti hanno subito raccolto numerose testimonianze di prima mano sui dettagli dell'accaduto. |
13 | কিউবাডিবেট থেকে ওসমেল বলেছেন যে তিনি ‘ভয়াবহ' সেই স্থানে ছিলেন। | Da Cubadebate, Osmel afferma di essersi trovato sul luogo dell'impatto, e descrive la scena come “terrificante”. |
14 | জুভেন্টাড রেবেলদে ওয়েবসাইট এ আদ্রিয়ান ‘এই দুর্ঘটনার জন্য জাতীয় শোক দিবস' পালন করার অনুরোধ করেছেন। | Da parte sua invece, Adrián, dal sito Juventud Rebelde chiede “un giorno di lutto nazionale per commemorare la tragedia”. |
15 | এই পর্যন্ত দূর্ঘটনার কারন অজানা, কিন্তু কিউবান ইন্সটিটিউট অফ সিভিল অ্যারোনটিকস সাথে সাথে বিশেষজ্ঞদের একটি কমিশন গঠন করেন এই দূর্ঘটনা তদন্তের জন্য, যেটাতে ৪০ জন কিউবান আর আর্জেন্টিনা, মেক্সিকো, হল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, ফ্রান্স, ইটালিয়া, জাপান আর ভেনেজুয়েলা এই ১০টি দেশের ২৮ জন নাগরিক জীবন হারিয়েছেন। এল ব্লগ দে ইয়োহান্ড্রাই আর ডেস্টিনো কিউবা এই ভয়াবহ দুর্ঘটনার সাম্প্রতিক তথ্য একত্র করছেন। | Ancora ignote le cause dell'incidente, ma l'agenzia dell'aviazione civile cubana ha immediatamente attivato una commissione di esperti per fare luce sulla disgrazia, in cui hanno perso la vita 40 cubani e 28 cittadini di altri dieci Paesi: nove argentini, sette messicani, tre olandesi, due tedeschi, due austriaci, uno spagnolo, un francese, un italiano, un giapponese e una venezuelana. |