# | ben | ita |
---|
1 | লিবিয়া: সাব-সাহারান আফ্রিকার ভাড়াটে সেনারা গাদ্দাফির পক্ষে লড়ছে? | Libia: mercenari sub-sahariani a sostegno di Gheddafi? |
2 | এই পোস্টটি লিবিয়ার গণজাগরণ ২০১১-এর উপর তৈরি করা বিশেষ কাভারেজের অংশ ২০১১ সালের লিবিয়া গণজাগরণের প্রথম দিন থেকেই, বিদেশী ভাড়াটে সৈন্য নিয়ে আলোচনা শুরু হয়। | Fin dai primi giorni della rivolta in Libia giravano voci su mercenari stranieri provenienti sia dall'Africa Sub-sahariana [en, come tutti gli altri link salvo ove indicato] sia dall'Europa orientale che affiancavano le truppe fedeli al colonnello Gheddafi. |
3 | এই সব সৈন্যের একই সাথে সাব সাহারান আফ্রিকা এবং পূর্ব ইউরোপে থেকে এসেছে। তারা লম্বা সময় ধরে লিবিয়ার নেতৃত্বে থাকা কর্ণেল গাদ্দাফির অধীনে কাজ করছে। | Un video (avviso: immagini esplicite) in particolare, diffuso su Internet il 19 febbraio, ha alimentato le prime indiscrezioni sui mercenari africani in Libia. |
4 | একটি ভিডিও (বিশেষ সর্তকতা:এই ভিডিওটি বেশ পীড়াদায়ক ) যা ১৯ ফ্রেব্রুয়ারি, ২০১১ সালে পোস্ট করা হয়, সেটা থেকে প্রথম গুজব ছড়ায় যে লিবিয়ায় আফ্রিকার ভাড়াটে সৈন্যদের দেখা যাচ্ছে। | |
5 | এই তথ্য মূলধারার সংবাদপত্রে [ইংরেজী ভাষায়] [ফরাসী ভাষায়] এবং আফ্রিকার ব্লগে এক উত্তপ্ত বিতকের্র সৃষ্টি করে । | Queste informazioni hanno scatenato un acceso dibattito nei media tradizionali [en] [fr] e nei blog africani. |
6 | ত্রিপোলির সামরিক সেনা। | Militari a Tripoli. |
7 | (ছবির প্রকৃত মালিকের নাম জানা যায়নি) লিবিয়ার যুব আন্দোলনের জন্য তৈরি উন্মুক্ত ফেসবুকের পাতায় (লিবিয়ান ইয়ুথ মুভমেন্ট পাবলিক ফেসবুক) এই ছবি প্রকাশিত হয়েছে। | |
8 | পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গিনিতে, ব্লগ লেগুয়েপাড. | Immagine (autore sconosciuto) pubblicata nella pagina Facebook del Lybian Youth Movement. |
9 | নেট-এ সালিয়ু বাহ-এর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে [ফরাসী ভাষায়], তিনি গিনির সংবাদপত্র লো জুর ডে কোনাক্রির [ফরাসী ভাষায়] (দৈনিক ক্রোনাক্রি) প্রধান র্নিবাহী, যেখানে তিনি বিবৃতি প্রদান করেছেন যে: | In Guinea, il blog leguepard.net pubblica un articolo di Saliou Bah [fr], dove il direttore del quotidiano guineano Le jour de Conakry [fr] dichiara: |
10 | গাদ্দাফির প্রতিনিধিরা গিনি, বুরকিনাবে (বুরকিনা ফাসো), অ্যাঙ্গোলা, সুদান, চাদ এবং সেন্ট্রাল আফ্রিকার রাষ্ট্রপতিদের সাথ যোগাযোগ করেছিল এবং তারা সকলেই সবুজ বিপ্লবের জনকের আহ্বানে ভালোভাবে সাড়া দিয়েছে [সবুজ বিপ্লব, ১৯৬০ সালে গাদ্দাফির অভ্যূত্থানের নাম]। | Gli emissari della guida [Gheddafi] hanno contattato i presidenti della Guinea, del Burkina Faso, dell'Angola, del Sudan, del Chad e dei Paesi centro-africani e tutti hanno risposto positivamente alla richiesta di salvare il capo della rivoluzione verde [il colpo di stato libico del 1960]. |
11 | গিনির শত শত সৈনিক, ২০১১ সালের ফ্রেব্রুয়ারি মাসের শুরুতে [লিবিয়ার রাজধানী] ত্রিপোলির উদ্দেশ্যে গিনির রাজধানী [কোনাক্রি] ত্যাগ করে। | Centinaia di soldati guineani hanno lasciato la capitale [Conakry [it] all'inizio di febbraio diretti a Tripoli. |
12 | ১৮ বছর ধরে ত্রিপোলিতে বাস করা গিনির একজন নাগরিকের সাথে [সংবাদপত্র] লেজুরগিনির সম্পাদকীয় দপ্তর থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে সে নিশ্চিত করে যে, দেশটির নিয়ন্ত্রণের লক্ষ্যে রাস্তায় গাদ্দাফি-পন্থী “ভাড়াটে সৈনিকদের” মাঝে গিনির সামরিক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছে। | Raggiunto telefonicamente dalla redazione di lejourguinee, un cittadino guineano che vive a Tripoli da 18 anni ha confermato di aver visto i militari guineani affiancare le “truppe mercenarie” pro-Gheddafi per le strade della capitale mentre “ristabilivano” l'ordine nella città. |
13 | ফোন কেটে দেবার আগে সে জানায়: দমনকারী লিবিয়ার সেনাদলের মাঝে সে গিনির সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছে”। | Prima di riagganciare ha detto: “Effettivamente c'erano dei guineani fra le forze di repressione libiche”. |
14 | চাদের সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি অস্বীকার করেছে [ফরাসী ভাষায়] কিন্তু চাদের সংবাদপত্র তাচাডাকটুয়াল-এর সাইটের সম্পদাকীয় বিভাগের দপ্তর, নিজস্ব সূত্র থেকে এই দাবী করেছে: | Il governo del Ciad nega ufficialmente [fr] ma la redazione [fr] del sito Tchadactuel ha le sue fonti: |
15 | লিবিয়া ডেবিকে, [চাদের রাষ্ট্রপতি] অনুরোধ জানিয়েছিল, যাতে সেখানে সেনা পাঠানো এবং লিবিয়ায় চাদের নাগরিকদের একত্রিত করা হয়, যা চমৎকারভাবে পালন করা হয়। | La Libia ha chiesto a Deby [it] [presidente del Ciad] di mandare degli uomini e di mobilitare i ciadiani in Libia, e Deby l'ha fatto egregiamente. |
16 | সেই একই সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, গাদ্দাফি, সুদানের কাছে একই ধরনের সাহায্যের অনুরোধ করেছিলেন, কিন্তু সুদান তা বিনয়ের সাথে প্রত্যাখান করেছে, তবে তারা সুদানের নাগরিকদের, চাদের মধ্য দিয়ে লিবিয়ায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অনুমতি প্রদান করেছে। | Secondo fonti concordanti, Gheddafi ha chiesto lo stesso al Sudan che ha educatamente declinato la richiesta ma ha autorizzato i sudanesi volontari a recarsi in Libia passando per il Ciad. |
17 | লিবিয়ার নাগরিক ওমর লিবিয়া [ফরাসী ভাষায়], যিনি বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন এবং তিনি ফরাসী টিভি চ্যানেল ফ্রান্স ২৪ এর একজন পর্যবেক্ষক এবং সম্প্রতি তিনি লিবিয়ার যুব আন্দোলনের ফেসবুক পাতার তত্ত্ববধায়ক-এর দায়িত্ব পালন করছেন। | Omar Libya [fr], cittadino libanese esiliato a Londra, “osservatore” per la rete televisiva France24 e coordinatore della pagina Facebook del Libyan Youth Movement, riprende le voci che circolano nella comunità libica: |
18 | বিক্ষোভকারীরা ধর্ষকামী হিসেবে বা নির্মমতার কারণে এইসব ভিডিও ধারণ করেনি, তার বদলে তারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে, মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকার ভাড়াটে সেনাদের নিয়োগ দিচ্ছে, যাতে ভয়াবহ এক দমন চালানোর বিষয়টি নিশ্চিত করা যায়। | I manifestanti non hanno filmato questi momenti per sadismo ma piuttosto per mostrare al mondo che Muammar Gheddafi ha assoldato dei mercenari africani per essere certo che la repressione sia totale. |
19 | এখানে এক গুজব ছড়িয়ে পড়েছে যে, প্রতিটি মৃত লিবিয়ার নাগরিকের বিপরীতে তাদের ৯,০০ ইউরো প্রদান করা হয়েছে [বেশ কিছু লিবিয়ান সাইট বলছে যে, তাদের এই কাজের জন্য ৩০,০০০ মার্কিন ডলার (২২,০০০ ইউরো) প্রদান করা হয়], অন্যদের প্রতিদিন ৫০০ মার্কিন ডলার (৩৭০ ইউরো) প্রদান করা হয়েছে। | Si dice vengano pagati 9.000 euro per ogni libico morto [alcuni siti libici parlano di 30.000 dollari (22.000 euro) per missione, altri di 500 dollari al giorno (370 euro). Ma sono voci non verificate]. |
20 | এগুলো অসমর্থিত সূত্রে প্রকাশ পেয়েছে] তবে যে বিষয়টি নিশ্চিত তা হচ্ছে, তারা [ভাড়াটে সেনারা ] স্থানীয় আরবীতে কথা বলে না। | Quel che è certo, è che [i mercenari] non parlano il dialetto arabo locale. |
21 | তারা প্রায়শই ইংরেজী অথবা ফরাসী ভাষায় কথা বলে। | Spesso parlano inglese o francese. |
22 | লিবিয়ার মানবাধিকার সংস্থা (লিবিয়ান লীগ ফর হিউম্যান রাইটস এলএলএইচআর) একটি রিপোর্ট প্রকাশ করেছে [ফরাসী ভাষায়], যা আবার আন্তর্জাতিক যুক্ত মানবাধিকার সংগঠন (ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস), পুনরায় প্রকাশ করেছ, যেখানে তারা বিবৃতি প্রদান করেছে: | La Lega Libica per i Diritti dell'Uomo (LLHR) pubblica [fr] una relazione, ripresa dalla Federazione Internazionale per i Diritti Umani, nella quale afferma: La repressione viene attuata dalle forze di sicurezza affiancate dai mercenari del Ciad, dello Zimbabwe e da truppe dell'ex presidente liberiano Charles Taylor. |
23 | এই দমন নিপিড়ন পরিচালিত হয়েছে নিরাপত্তা বাহিনীর দ্বারা এবং এই কাজে তাদের সাহায্য করেছে চাদ, জাম্বিয়া, এবং [লাবাইব্রেরিয়ার] চার্লস টেইলরের বিদ্রোহী [আধা সামরিক] বাহিনী। | L'uso di proiettili veri, di armi pesanti e i bombardamenti indiscriminati da parte delle forze di sicurezza e degli agenti è una grave violazione dei diritti umani e del diritto internazionale umanitario. |
24 | তারা তাজা বুলেট, ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং এজেন্টরা এই ধরনের দমনের সময় সাধারণ নাগরিকদের উপর বিরামহীন ভাবে বোমা বর্ষণ করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবাধিকার আইনের ভয়াবহ লঙ্ঘন। | Ma in base ai termini [fr] del Comitato Internazionale della Croce Rossa e alle definizioni [it] del protocollo delle convenzioni di Ginevra, tutti coloro che cercano di reprimere le rivolte in Libia vanno forse considerati mercenari? |
25 | আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস) -এর সংজ্ঞা [ফরাসী ভাষায়] অনুসারে লিবিয়ার বিপ্লবকে দমন করার এই সকল চেষ্টা, ভাড়াটে সেনাদের দ্বারা সংগঠিত কাজ বলে বিবেচিত হবে। | Vi sono almeno due categorie di uomini in divisa nella repressione libica: i libici neri dell'esercito libico e i soldati inviati dai governi su richiesta della “guida” [Gheddafi]. Un blogger guineano, alpha, spiega [fr]nel forum boubah.com: |
26 | লিবিয়ার এই বিপ্লব দমন করার ঘটনায় দুই ধরনের পোশাক পরিহিত সেনা কাজ করেছে: লিবিয়ার সামরিক বাহিনীর ব্লাক লিবিয়ান সেনা এবং গাইড [গাদ্দাফির] অনুরোধে ভিন্ন ভিন্ন দেশের নিজেদের সরকারের পাঠানো বাহিনী। | Les arabes utilisent le mot africain pour désigner les personnes d'origine noire, comme on dit african american aux states. Ils sont d'ailleurs très nombreux dans un des corps de l'armée libyenne qu'on appelle aussi la LÉGION ISLAMIQUE. |
27 | বোউবাহ. কমের ফোরামে গিনির একজন ব্লগার আলফা ব্যাখ্যা করেন [ফরাসী ভাষায়]: | C'est un corps qui est calqué sur le modèle français de la légion étrangère. |
28 | কালো মানুষদের ক্ষেত্রে আরবরা আফ্রিকান শব্দটি ব্যবহার করে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা আফ্রিকান আমেরিকান নামে কালো মানুষদের অভিহিত করে থাকে। | Cette armée des mercenaires a été constitué par Kadhafi lors de la guerre contre le Tchad (Bande d'Aozou), [composée] essentiellement d'éléments sahéliens (Tchad, Niger, Soudan etc). |
29 | তাদের একটি বড় অংশ ইসলামিক লিজিওন নামে পরিচিত ইসলামিক সেনা সদস্যের অংশ, যা লিবিয়ার সামরিক বাহিনীর অংশ। | Gli arabi usano il termine “africano” per indicare tutte le persone di colore che, invece, negli Stati Uniti vengono chiamate afro-americane. |
30 | এই অংশটি ফরাসী এক ধারার অনুকরণ করছে, যা ফরাসী লিজিওন নামে পরিচিত সেনা সদস্যের অংশ ছিল। | E nella Legione Islamica, un corpo dell'esercito libico, se ne trovano molte. |
31 | গাদ্দাফি এই ভাড়াটে সেনা বাহিনী তৈরি করে চাদের সাথে যুদ্ধের সময় (আজাউ স্ট্রিপ) এবং মূলত তা সাহেল -এর (চাদ, নাইজেরিয়া, সুদান, ইত্যাদি এলাকা) লোকদের নিয়ে গঠিত হয়। | Questo corpo ricalca il modello francese dalla Legione Straniera. É un esercito creato da Gheddafi durante la guerra contro il Ciad (Striscia di Aozou [it]), composto essenzialmente da saheliani [it] (Ciad, Nigeria, Sudan ecc). |
32 | সকল প্রচার মাধ্যম বিরক্তি এবং ক্ষোভের সাথে এই ঘটনার বর্ণনা প্রদান করে। | Disgusto e indignazione sono ampiamente condivisi dai mezzi di informazione. |
33 | কোলেটে ক্লারাজ [ফরাসী ভাষায়] ফরাসী দৈনিক সংবাদপত্র লে ফিগারোস এর ওয়েব সাইটে মন্তব্য করেছে, সেখানে সে বলেছে: | Colete Claraz [fr] commenta sul sito del quotidiano francese Figaro: |
34 | একই সূর্যের নীচে নতুন কিছু ঘটেনা। | Niente di nuovo sotto il sole. |
35 | সকল স্বৈরশাসক এই কাজটি করেছে। | Tutti i dittatori lo fanno. |
36 | যেমন উদাহরণ হিসেবে বলা যায়, শ্যাভেজ-এর কথা, তিনি এমন এক সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত, যারা ভেনেজুয়েলার নয় বরঞ্চ কিউবার সেনা। | Chavez, per esempio, si è circondato di soldati che non erano venezuelani ma cubani. |
37 | কাজে যদি প্রতি বিপ্লবের ঘটনা ঘটে, তাহলে এরা জানে কি করতে হবে, এমনকি লিবিয়ায়, কিউবার ভাড়াটে সেনাদের উপস্থিতির কথা আলোচনা করা হচ্ছে। | Così, nell'eventualità di una contro-rivoluzione, questi ultimi sapevano cosa fare. Si parla perfino di mercenari cubani in Libia. |
38 | ডিডি লোলো [ফরাসী ভাষায়] এর সাথে যুক্ত করেছে: | dd lolo [fr] aggiunge: |
39 | […] কোন সন্দেহ নেই এই বাহিনীতে অনেক পেশাদার লোক রয়েছে। | […] Dubito vi siano molti professionisti nel mucchio. |
40 | গাদ্দাফির জন্য সাব সাহারা অথবা পূর্ব ইউরোপের এই সব গরীব লোকদের ভাড়া করার বিষয়টি সহজ, যারা লিবিয়ার সেনাদের সাথে মিলে এই সব নোংরা কাজ করছে | È facile per Gheddafi assoldare dei poveri diavoli dall'Africa Subsahariana o dall'Europa Orientale per fare il lavoro sporco insieme alle sue truppe libiche. |
41 | ডিডি লোলো, আফ্রিকার মানবাধিকার এবং নাগরিক অধিকার কমিশনের (আফ্রিকান কমিশন অন হিউম্যান এন্ড পিপলস রাইট বাএসিএইচপিআর) এবং আফ্রিকার শান্তি এবং নিরাপত্তা পরিষদ [পিস এন্ড সিকিউরিটি কাউন্সিল অফ আফ্রিকান ইউনিয়ন (এইউ)-কে], এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে [ফরাসী ভাষায়]। | dd lolo esorta [fr] la Commissione Africana dei Diritti dell'Uomo e dei Popoli (ACHPR) e il Consiglio di Pace e Sicurezza dell'Unione Africana [it] (AU) a intervenire immediatamente. |
42 | আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা, আফ্রিকার যে সব অভিবাসী লিবিয়ায় বাস করছে তাদের ভাগ্যে নিয়ে উদ্বিগ্ন [ফরাসী ভাষায়], যারা সেখানে কোন কাগজ ছাড়া বাস করছে। | L'Organizzazione Internazionale per le Migrazioni [it] teme per la sorte dei migranti africani [fr] che vivono in Libia senza documenti e possono diventare le vittime di una “psicosi dei mercenari”: |
43 | তারা হয়ত ভাড়াটে “সেনাদের মানসিক বৈকল্যের” শিকার হতে পারে। লিবিয়ায় লক্ষ লক্ষ যে সব সাব সাহারান আফ্রিকার এবং দক্ষিণ এশিয়ার লোকজন কাজ করছে, তাদের মধ্যে অল্প কয়েকজন সীমান্ত এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছে। | Delle decine di migliaia di africani subsahariani e sud-asiatici che lavorano in Libia, solo una piccola minoranza ha raggiunto le frontiere, probabilmente per la mancanza di risorse necessarie per pagare il trasporto. |
44 | সম্ভবত অর্পযাপ্ত পরিবহণের জন্য অর্থ ব্যয় না করতে পারার কারণে তা ঘটেছে। | Questo post fa parte dello speciale di GVO sulle rivolte in Libia, in inglese e in italiano. |