# | ben | ita |
---|
1 | মিশর: ব্লগার মোহামেদ আদেল মুক্ত | Egitto: appena liberato il blogger Mohamed Adel |
2 | মিশরীয় ব্লগার মোহামেদ আদেলকে মুক্তি দেয়া হয়েছে। | Il blogger egiziano Mohammad Adel [in], autore del blog Maeit (“Già morto”) e arrestato 21 novembre 2008, è stato appena rilasciato. |
3 | তার ব্লগের নাম মায়েত(এরই মাঝে মৃত!) এবং ২১শে নভেম্বর, ২০০৮ থেকে বন্দী অবস্থায় ছিলেন তিনি। | Pochi giorni fa avevamo parlato [it] del suo sciopero della fame. |
4 | আহমেদ আব্দেল ফাতাহ এখানে উপরোক্ত ঘোষণা দিয়েছেন আর আরাবউই তার ব্লগে ঘোষণা করেছেন যে মায়েতকে অচিরেই মুক্ত করা হবে। | Ahmed Abdel Fattah ha diffuso la notizia dell'imminente rilascio qui [ar] mentre Arabawy ha pubblicato un post sul suo blog [in]. |
5 | কারিম বেহেরি লিখেছেন: | Karim Beheiry [ar] ha scritto quanto segue: |
6 | ‘মায়েত' ব্লগ এর লেখক মোহামেদ আদেলের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন যাকে আটক করা হয়েছিল ৩ মাসেরও বেশী সময় আগে। | La Corte Suprema per la Sicurezza Pubblica ha emesso un ordine di rilascio per Mohamed Adel, autore del blog “Maeit”, arrestato tre mesi fa. |
7 | মায়েতের বিরুদ্ধে অভিযোগ ছিল হামাসকে সমর্থন করছে এমন ইন্টারনেট- ভিত্তিক গোপন সশস্ত্র দলের সাথে যুক্ত হওয়ার। | Maeit era accusato di essere membro di un'organizzazione militare segreta attiva su Internet e collegata a Hamas. |
8 | এই কথাগুলো লেখার মুহূর্ত পর্যন্ত আদেল সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন এর হেফাজতে আছে আর আক্ষরিক অর্থে মুক্ত না। | Nel momento in cui scrivo Adel è ancora in custodia presso la polizia di sicurezza della Corte Suprema e formalmente non è ancora libero. |
9 | ইজিওয়ার্কার্স ব্লগ আন্তরিকভাবে আদেল, তার পরিবার আর তার বন্ধুদের অভিনন্দন জানিয়েছে আর আশা করেছে যে শীঘ্রি তাকে মুক্ত করা হবে। | Il blog Egyworkers si congratula vivamente con Adel e tutti i suoi amici, confidando nell'immediato rilascio. |
10 | মোহামেদ আদেলের গ্রেপ্তারের ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে এখানে, এখানে আর এই ফেসবুক গ্রুপে। | Ulteriori dettagli sull'arresto di Mohamed Adel sono reperibili qui [in], qui [in] e su questo gruppo di Facebook [ar]. |