Sentence alignment for gv-ben-20091019-6999.xml (html) - gv-ita-20091014-8756.xml (html)

#benita
1মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন নাEgitto: scetticismo e ironia sul Premio Nobel a Obama
2নোবেল কমিটিকে বড় একটা ধন্যবাদ- তারা আজকে (৯ই অক্টোবর, ২০০৯) আমাদের দিনটি ভালো করে দিয়েছেন।Un grande ringraziamento al Comitato del Nobel della Pace per quanto ha fatto.
3হয়তো মিশরের বেশীরভাগ লোক বুঝতে পারছেন না যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন সম্মানিত করা হয়েছে, আর তারা প্রায় নিশ্চিত যে তিনি এটার যোগ্য না।Forse, la maggior parte della gente qui riunite non capisce perchè sia stato premiato il Presidente statunitense Barack Obama, e sono quasi sicuri che non meritasse il premio.
4কিন্তু তারা সবাই খুশি ছিলেন, কারণ এটি এখন তাদের মনে আশা জাগিয়েছে যে এখন যে কেউ এই পুরস্কার পেতে পারে।Ma sono tutti felici, perchè ciò ha dato loro la speranza che chiunque può vincere il premio Nobel per la Pace.
5মিশরের মানুষ শুধু অবাক হয় নি যে তিনি জিতেছেন, বরং এসোসিয়েটেড প্রেসেরও একই মত:Non sono soltanto quanti vivono qui ad essere scioccate per la sua vittoria, ma perfino l'Associated Press la pensa allo stesso modo:[in]
6আমেরিকার সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে, নয় মাসের কম সময় যিনি অফিসে- আর গত ফেব্রুয়ারীতে নোবেলের মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার মাত্র ১২ দিন আগে কার্যভার গ্রহণ করেছেন- তার জন্যে এটা বিশাল সম্মান।Per uno fra i più giovani presidenti americani, da meno di nove mesi in carica alla Casa Bianca - e allo scorso febbraio, prima della chiusura delle candidature per il Nobel, incarica da appena 12 giorni - è stato un grandissimo onore.
7পুরস্কার মনে হচ্ছে দেয়া হয়েছে ওবামার কাজের জন্যে নয় বরং তিনি যে কথা দিয়েছেন সেটার জন্য।Il premio sembra essere stato assegnato più per le promesse di Obama che per quanto ha fatto.
8মিশরীয়দের প্রতিক্রিয়া শুরু হয়েছে টুইটারে এই সংবাদ প্রকাশের মাধ্যমে:Le reazioni degli egiziani sono iniziate con gli annunci su Twitter:
9@আম্রাদেলামিন: ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।@amradelamin [in]: Obama vince il Nobel per la Pace.
10@ফুস্তাত: প্রেসিডেন্ট ওবামা ২০০৯ এর নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত।@fustat [in]: Al presidente Obama è stato assegnato il premio Nobel per la Pace 2009
11এর পরে বেশ কয়েকজন আসলেই বিস্মিত হয়েছেন।Poi altri si sono mostrati assai sorpresi dalla notizia:
12@ গাফারি: হ্যাঁ!@Ghafari [ar]: Veramente!
13ওবামাকে শান্তির জন্য নোবেল পুরষ্কার দেয়া হয়েছে?Obama ha ottenuto il Premio Nobel per la Pace?
14কোথায় শান্তি?Quale pace?
15কিভাবে আর কেন?Quando e come?
16@এম্বে: ওবামা?@embee [in]: Obama?
17বলেন কি?Ma scherziamo?
18@আলা: ওহ। ধুর!@alaa: [in]Oh m**da.
19যে দেশের প্রেসিডেন্ট দুটো দেশে যুদ্ধ চালাচ্ছেন (আমি পাকিস্তানের কথা বাদ দিলাম) নোবেল শান্তি পুরস্কার জিতেছেন?Il presidente di una nazione che sta portando avanti due guerre preventive in due Paesi (ignorando il Pakistan) vince il Premio Nobel per la Pace?
20@ওয়েল আব্বাস: একনায়ক দের সাহায্য করার জন্য ওবামা নোবেল পুরস্কার জিতেছেন।@waelabbas [in]: Obama vince il Premio Nobel per assistere i dittatori
21@সিরগানি: নোবেল পুরস্কারের মনোনয়নের শেষ তারিখ ছিল ফেব্রুয়ারি ১, ওবামা অফিসে যোগদানের ঠিক ১০ দিন পরে।@Ssirgany [in]: La chiusura delle candidature per il Premio Nobel è stata il 1 febbario, appena 10 giorni dopo l'insediamento di Obama alla Casa Bianca.
22এই ১০ দিনে তিনি কি করেছেন?Cosa avrebbe fatto in quei 10 giorni?
23আর অধিকাংশ লোক এটা নিয়ে মজা করেছেন:Mentre la maggior ha preso a ironizzare sulla cosa:
24@নাইটস: ওবামা আর নোবেল শান্তি পুরস্কার?!?!?!@nightS: [in]: Obama e il Premio Nobel per la Pace?!?!?!
25মনে হয় এটা ভালো খবর… মানে আমি এটা ২০১০ এ জিততে পারি যদি তারা আসলেই বিবেচনা করে থাকেন যে তিনি এটার যোগ্য !!Scommetto che è una buona notizia. Credo di poter vincere io il Premio nel 2010, se sono davvero sicuri che lui lo ha meritato!!
26@সারাহ কার: নোবেল পুরস্কার দেয়ার অনুষ্ঠান আফগানিস্তানে হওয়া উচিত আর যেসব জনগণকে ওবামার বাহিনী নৃশংস ভাবে হত্যা করেছে তাদের আত্মীয়দের এখানে উপস্থিত থাকা উচিত।@Sarahcarr [in]: La cerimonia di consegna del Premio Nobel andava organizzata in Afghanistan con la presenza dei parenti dei civili trucidati dalle truppe militari di Obama.
27@মিনা জেকরি: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব ওবামা আফগানিস্তানে তার যুদ্ধে বাহিনী বাড়ানোর বিষয়ে একটা অনুরোধ বিবেচনা করে দেখবেন।@minazekri [in]: Il Premio Nobel per la Pace a Obama per studiare la richiesta di aumentare le truppe militari in Afghanistan.
28@মিনা জেকরি: আফগানিস্তান ও ইরাক এর পর এখন ওবামা ইরানকে শাস্তি দিতে চলেছেন, নিশ্চয় উনি নোবেল শান্তি পুরস্কারের জন্য সব থেকে যোগ্য প্রার্থী।@minazekri [in]: Afghanistan, Iraq e adesso Obama sta per punire l'Iran, sicuramente lui è la migliore scelta per il Premio Nobel per la Pace
29@মোফতাসা: আশ্চর্য রাজনীতিবিদরা কিভাবে নোবেল পুরস্কার পেতে পারেন কিছুই না করে, আর বিজ্ঞানীরা মাঝে মাঝে তাদের আবিষ্কারের কয়েক দশক পরে পান।@moftasa [in]: Divertente come i politici possano ottenere il Premio Nobel per la Pace prima di avere fatto qualcosa, mentre gli scienziati ci arrivano talvolta decenni dopo le loro scoperte.
30@মোফতাসা: বারবারা ম্যাকলিন্টক মেডিসিনে তাঁর নোবেল পুরস্কার জিতেছিলেন ১৯৮৩ তে জিন ট্রান্সপোর্টেশনের জন্য যা তিনি আবিষ্কার করেছিলেন ৪০ আর ৫০এর দশকে।@moftasa [in]: Barbara McClintock vinse il Premio Nobel per la Medicina nel 1983 per aver scoperto negli anni '40 e '50 il gene del processo della trasposizione.
31@আলা: @মোফতাসা এর থেকেও মজার যে ম্যান্ডেলাকে অপেক্ষা করতে হয়েছিল তার বিজয় পর্যন্ত আর এটাকে ভাগ করতে হয়েছিল জাতিগত একজন হত্যাকারীর সাথে বা গান্ধী কিভাবে ৪ বার এটা পেতে ব্যর্থ হয়েছিলেন।@alaa: [in] @moftasa più divertente è che Mandela ha dovuto aspettare fino alla vittoria e ha dovuto dividerlo con un assassino razzista o che Ghandi lo ha mancato quattro volte.
32@উইলিয়াউইল: ওবামা বক্তৃতার জন্য নোবেল পেতে পারেন , কিন্তু শান্তির জন্য না!@WilYaWil [in]: Obama può meritare il Premio Nobel per la sua capacità di linguaggio, ma non per la pace!
33@বুডি: আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে একবার বলেছিলাম, আমি নোবেল পুরস্কার জিততে চাই।@BooDy [in] : Una volta, quando ero un ragazzo, ho detto a mio padre, voglio vincere il Premio Nobel.
34তিনি হেসে বলেছিলেন আমাকে পড়া লেখা করে বিজ্ঞানী হতে হবে এটা জেতার জন্য, তবে মনে হচ্ছে হত্যাকারী হয়ে সহজে এটা জেতা যাবে।Lui scoppiò a ridere e disse che per ottenerlo dovevo studiare per diventare uno scienziato, pur se sembra che sia più semplice diventare un assassino per vincerlo.
35@উইলিয়াউইল: কানিয়ে ওয়েস্ট ওবামার নোবেল বক্তৃতায় বাধা দিয়েছেন “আমি আপনাকে শেষ করতে দেব, কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কারের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত।”@WilYaWil [in]: Kanye West interrompe il discorso di Obama per il Nobel, “Ti lascerò finire, ma questa è la peggiore decisione di tutti i tempi”
36@আমিরাল্কস: আর শাওয়ারে গান করার জন্য আমার গ্রামি পুরস্কার জেতা উচিত!@Amiralx [in]: E io dovrei vincere un Grammy perché canto sotto la doccia!
37আরবউই তার ব্লগে একটি বিশেষ পোস্ট লিখেছেন।Arabawy ha scritto anche un post speciale sulla notizia [in]:
38ইরাক এবং আফঘানিস্তানের (এবং পাকিস্তানের) কসাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।Il macellaio di Iraq e Afghanistan (e Pakistan) ha vinto il Premio Nobel per la Pace. Congratulazioni!
39অভিবাদন![Mabrouk!]
40ওবামা, মোনাচেম বেগিন, হেনরি কিসিন্জার এই সমস্ত মানুষ এই বিশ্বকে একটি চমৎকার জায়গা বানিয়েছেন।È un grande giorno per la libertà del mondo. Obama, Manachem Begin, Henri Kissinger - tutti uomini che hanno contribuito a fare il pianeta un grande posto per viverci.
41কেন (হোসনি মোবারাক) এবং হাবিব এল আদলি এটি পাবে না?Perchè non possono riuscirci anche Mubarak e Habib el-Adly?
42নরওয়ের এইসব মানুষেরা কি বার্তা পাঠাচ্ছে বিশ্বকে? নোবেল পেতে কসাই এবং খুনী হতে হয়।Il messaggio comunicato da quei cretini in Norvegia è: l'omicidio e i massacri sono la strada per il Nobel.
43এবং পরিশেষে একটু ভিন্ন মাত্রার বিশ্লেষণ:E infine, qualcuno con un diverso punto di vista:
44@মাজদটুইটস: তবে মন্দের ভাল: এখন ওবামা নোবেল পাওয়ায় তিনি তার কার্যে সেটি প্রতিফলন করার চেষ্টা করবেন এবং শান্তি আনবেন।@majdtweets [in]: L'aspetto positivo: Ora che Obama ha vinto il Premio Nobel per la Pace, potrebbe veramente volere/dovere tener fede al titolo ottenuto & mantenere la pace!
45@সারসুর: আমার পছন্দ ওবামাকে। তিনি বেশ ভাল মানুষ।@sarsour [in]: Obama mi piace - sembra un ragazzo in gamba.
46তবে মনে হচ্ছে অনেক কিছুর স্বীকৃতি তিনি করার আগেই পেয়ে যাচ্ছেন।Tuttavia sembra ottenere molti riconoscimenti prima di aver realmente fatto qualcosa.