# | ben | ita |
---|
1 | পেরু এবং চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে | Terremoto di magnitudo 8.3 colpisce Cile e Perù |
2 | ছবি@২৪হোরাসটিভিএন-এর টুইটার একাউন্ট থেকে নেওয়া | Immagine tratta da @24HorasTVN (account Twitter) |
3 | [উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপেজ নির্দেশ করে] | |
4 | মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪-এ, ৮. ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণে, এবং একই সাথে প্রতিবেশী বলিভিয়ায় আঘাত হানে, যার কারণে উপকূল এলাকায় সুনামি সঙ্কেত জারী করা হয়। | Un potente terremoto [es, come i seguenti, salvo diversa indicazione] di magnitudo 8.3 ha colpito il Cile settentrionale e il Perù meridionale, incluso le vicine aree in Bolivia, nella prima serata di martedì 1 aprile 2014, lanciando un'allerta tsunami sulla costa. |
5 | এই ঘটনায় চিলিতে ছয় জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পেরুর এক নাগরিক রয়েছে। | In Cile sono morte sei persone, compreso un uomo peruviano. |
6 | পেরুতে এই ভূমিকম্পে সেই তিনটি শহরে উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি, যেগুলোতে সবচেয়ে জোরালো ভাবে ভূকম্প অনুভূত হয়, এই শহর তিনটি হচ্ছে টাকনা, মোকুইয়েগুয়া এবং আরেকুইপা। | In Perù non si segnalano danni ingenti nelle tre città maggiormente colpite dal movimento tellurico - Tacna, Moquegua e Arequipa. |
7 | ভূকম্প এবং পরবর্তী সময় পেরুর নাগরিকরা টুইট করেছে। | I peruviani hanno postato su Twitter durante e dopo la scossa. |
8 | সেখানে কয়েকজন জানাচ্ছে যে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে টাকনা শহরে বিদ্যুৎ ছিল না: | Qualcuno ha segnalato che la città di Tacna è rimasta senza elettricità a causa del crollo dei pali elettrici: |
9 | টাকনা শহরে প্রবল ভূকম্প অনুভূত হয়েছিল, শহরটি এখন বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে। | Nella città di #Tacna la scossa è stata nettamente avvertita, in città manca l'energia elettrica #AlertaNoticias |
10 | লা লিনটেরনা রেডিওর সংবাদ এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে: | Un post di Radio La Linterna fornisce ulteriori dettagli: |
11 | টাকনা থেকে সংবাদ এসেছে, কয়েক সেকেন্ড আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। | Trasmettiamo da Tacna a seguito del potente terremoto avvertito pochi istanti fa |
12 | সংবাদ পাওয়া গেছে, মোকুইয়েগুয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে কোন মোবাইল ফোন সেবা পাওয়া যাচ্ছে না: | Stando a quel che si dice, corrente elettrica e servizi telefonici sono saltati a Moquegua: |
13 | টাকনা এবং মোকুইয়েগুয়ায় কোন বিদ্যুৎ নেই। | Le regioni di Tacna e Moquegua senza elettricità. |
14 | ভূকম্পনের পর মুভিস্টার এবং ক্লারো মোবাইল ফোনের সেবা বন্ধ রয়েছে। … | I servizi di telefonia Movistar e Claro sono fuori uso dopo il terremoto… |
15 | চিলি থেকে সংবাদ এসেছে সেখানকার শহরগুলো খালি করে দেওয়া হয় এবং সাথে সাথে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামির শঙ্কা দেখা দেয়। | Dal Cile arrivano aggiornamenti di evacuazione dalle città lungo la costa settentrionale in previsione di un possibile tsunami: |
16 | সাম্প্রতিক সংবাদ- আরিকার সংবাদদাতার দেওয়া সংবাদ অনুসারে উত্তর চিলিতে ঘরসমূহ খালি করার কাজ নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। | ULTIM'ORA - L'evacuazione nel Cile settentrionale procede con calma, secondo il nostro corrispondente ad Arica. |
17 | ছবি: সুনামি সতর্কতার কারণে যে ভাবে উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হয়। | FOTO: Si stanno evacuando così le coste del Cile, dopo l'allerta Tsunami. |
18 | একই ভাবে, পেরুর দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ প্রদান করা হয়: | Allo stesso modo, scatta un ordine di evacuazione in Perù per diverse città nel sud del paese: |
19 | জরুরী:পেরুর উপকূলীয় এলাকা আরেকুইপা, আইকা, টাকনায় এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে | URGENTE: Ordine di evacuazione per il litorale peruviano: Arequipa, Ica, Tacna. |
20 | জরুরী -চিলিতে ভূমিকম্প: এএফপিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির দক্ষিণের নাগরিকদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। | URGENTE - TERREMOTO IN CILE: le autorità peruviane comunicano all'agenzia AFP che stanno evacuando la popolazione nel sud del paese. |
21 | জরুরী -চিলিতে ভূমিকম্প: কোস্টা ভের্দা [লিমার উপকূলীয় এলাকা] থেকে সান মুগুয়েল, মাগদালেনা, সান ইসিদ্রো, মিরাফ্লোরেস এবং লিমার বারানকো যোগাযোগ বিছিন্ন। | URGENTE - TERREMOTO IN CILE: A Lima chiusi gli accessi alla Costa Verde da San Miguel, Magdalena, San Isidro, Miraflores e Barranco. |
22 | দক্ষিণ পেরুর ইলো এবং টাকনায় প্রথম সুনামির ঢেউ-এর আঘাত হানার সংবাদ পাওয়া গেছে: লা পুনটা কোলোয়ায় সন্ধ্যা ৮. | L'arrivo delle prime onde dello tsunami sono segnalate sulle coste di Ilo e Tacna nel Perù meridionale: |
23 | ৩১ মিনিট, ইকাতে সন্ধ্যা ৭. | |
24 | ৩৯ মিনিটে সুনামি আঘাত হেনেছে। টানকা এবং মোকুইয়েগুয়াতে ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে। | Le onde dello tsunami raggiungono La Punta Callao alle 20:31, Ica alle 7:39, a Tacna e Moquegua stanno arrivando. |
25 | এদিকে ইতোমধ্যে চিলিতে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হবার সংবাদ পাওয়া গেছে।: | Nel frattempo, in Cile, si segnalano scosse di assestamento: |
26 | চিলি: শক্তিশালী এক ভুমিকম্পের পর ৫ মাত্রার এক কম্পন অনুভূত হয়েছে। | CILE: Scosse di almeno 5 gradi di magnitudo dopo il potente terremoto. |
27 | বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারী করেছে | Questi sono i paesi con allerta tsunami. |