# | ben | ita |
---|
1 | ম্যাসেডোনিয়াঃ নির্বাচনী অভিযানে নতুন প্রচার মাধ্যমের ব্যবহার | Macedonia: l'uso dei nuovi media in campagna elettorale |
2 | ম্যাসেডোনিয়ার মিডিয়া ব্লগ কমিউনিকাসি. নেট এর লেখকরা বিশ্লেষণ (ম্যাসেডোনিয়ানে) করেছেন ২০০৮ এর ১লা জুনে এগিয়ে আনা সংসদ নির্বাচনের প্রচারাভিযানে প্রধান রাজনৈতিক দলগুলোর ইন্টারনেট এবং নতুন মিডিয়ার “নজিরবিহীন” ব্যবহার। | Gli autori del blog macedone sui media Komunikacii.net, hanno analizzato (MKD) l'utilizzo “senza precedenti” di Internet e dei nuovi media dai principali partiti politici nella campagna per le prime elezioni parlamentari, previste per il 1 Giugno 2008. |
3 | ক্ষমতাসীন ভিএমআরও-ডিপিএমএনই এবং প্রধান বিরোধী দল এসডিএসএম দল দুটোর ওয়েবে উপস্থিতির উপরে একটা যৌথ বিশ্লেষণ তুলে ধরেছেন মিডিয়া বিশেষজ্ঞ সিদ ডিজিযাল ও ডারকো বুলডিওসকিঃ | Gli esperti di media Sead Dzigal e Darko Buldioski forniscono un'analisi congiunta della presenza su web del principale partito, VMRO-DPMNE, e del primo partito dell'opposizione, SDSM: |
4 | ভালঃ ব্লগ, ইউটিউব চ্যানেল, মাইস্পেস, ফেসবুক, হাইফাইভ, ইত্যাদির ব্যবহার [….] আরো ভালোঃ ভিডিও, অডিও, দলিলপত্রের পোস্ট, মন্তব্য, ইত্যাদির ব্যবহার | Bene: uso di blogs, YouTube , Myspace, Facebook, Hi5 ecc. […] Bene anche: uso di video, audio, invio documenti, commenti, ecc. |
5 | বেশীরভাগ - মনে হয় সবারই - প্রচারণা সামগ্রী অনলাইনে পাওয়া যাচ্ছে। | La maggior parte - meglio, tutti - dei materiali della campagna sono inoltre online. |
6 | ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে …এবং বিনামূল্যে প্রাপ্ত অনলাইন মাধ্যমগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, দৃশ্যতঃ খরচ কমানোর জন্য, দেখে বেশ দক্ষই মনে হচ্ছে। | I siti web sono aggiornati regolarmente… e c'è un uso pesante di servizi online gratuiti, apparentemente per ridurre i costi, che sembra una mossa intelligente |
7 | মন্দ দিকঃ সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করলেও “সামাজিক” অংশটাই এখানে অনুপস্থিত। | Male: la porzione “sociale” è assente nel ricorso ai social media. |
8 | ব্লগ পোস্টগুলোতে প্রধানতঃ সমাবেশে প্রদত্ত বক্তব্যের অনুলিপি ঠাঁই পায় এবং টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন এবং অন্যান্য প্রচলিত প্রচার মাধ্যম, বিশ্লেষক, সাংবাদিকদের বিষয়বস্তু পুনঃব্যবহার উপযোগী করা হয়; কিন্তু কোনটাই ব্লগের জন্য নয়। | I post dei blog sono prevalentemente trascrizioni dei discorsi elettorali, e il contenuto è fondamentalmente riciclato dalle TV commerciali e da altri materiali predisposti per i media tradizionali, analisti, giornalisti e soggetti simili, ma non è pensato per il blog. |
9 | পোস্টগুলো দীর্ঘ এবং এক একটা পোস্টে বিভিন্নমুখী পাঠকসমাজকে উদ্দেশ্য করা হয়েছে এবং তাতে রাজনীতিবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা অবদান উল্লেখ করা হয়নি। | I post sono lunghi, ogni testo si rivolge a target diversi, e manca l'esperienza personale o l'input dei politici. |
10 | তাদের ব্লগগুলি অপরিহার্য ব্যক্তিক দৃষ্টিভঙ্গি বঞ্চিত, গুরুত্বপূর্ণ ঘটনা বিষয়ে মনোগত প্রতিক্রিয়ার প্রকাশ সেখানে নেই। | Mancano persino impressioni sugli eventi citati, privando così il blog della prospettiva personale decisamente essenziale. |
11 | ভিডিও চিত্রগুলো মূলতঃ টেলিভিশনের জন্য করা হয়েছে, ভ্লগের জন্য নয়। ছাপানো প্রচারনার জন্য করা হয়েছে যা ভাইরাল মিডিয়া, ছবির জন্য উপযুক্ত ভাবে সাজানো যায় না এবং এগুলো (অভ্যন্তরীণ) তথ্যের উৎসও নয়। […..] | I video clip sono fatti per la TV e non per i vlog, le campagne stampa non sono adatte ai media virali, le foto sono decorative e prive di informazioni intrinseche. […] |
12 | গুটিকয় মন্তব্য ছাড়া এইসব ব্লগগুলো তেমন পঠিত না হবার সম্ভবত এগুলো প্রধান কারণ যা কেবল সাধারণ রাজনৈতিক আলোচনার জন্য ফেলে রাখা হয় (কিছু সময়ের জন্য)। | Probalbilmente queste sono le ragioni per cui questi blog non ricevono molte visite, ci sono pochi commenti, e sono semplicemente ignorati dalla discussione politica generale (almeno per ora). |
13 | পরিশেষে [….] এটা ভাল যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণার জন্য অনেক নতুন মাধ্যম ও চ্যানেল অবলম্বন করছে, কিন্তু এর প্রভাব সম্ভবত খুব অল্প হবে, কারণ ম্যাসেডোনিয়ার নির্বাচনী প্রচারাভিযানের জন্য নিরবিচ্ছিন্নভাবে তৈরী হতে থাকা নানাবিধ প্রচার সামগ্রীর গুদাম বা ভান্ডার হিসাবে ব্যবহৃত হচ্ছে ওয়েবসাইট গুলি। | Per concludere […], è importante che i partiti politici adottino nuove opzioni e canali per la propaganda elettorale, ma gli effetti saranno probabilmente assai ridotti, perché i siti web sono usati come cataloghi o magazzini per caricare materiali invariabilmente prodotti per le campagne elettorali della Macedonia. |
14 | ঐ একই পোস্টের মন্তব্যে স্থানীয় খ্যাতিমান ব্লগার রিবারো লিখেছেনঃ (ম্যাসেডোনিয়ানে) | In un commento allo stesso post, uno dei principali blogger locali Ribaro, ha scritto (MKD): |
15 | এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর এক গুচ্ছ ব্লগের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলোতে মন্তব্যের জবাব দেবার জন্য প্রশাসক হিসাবে কিছু অযোগ্য গাধাকে নিয়োগ দেয়া হয়েছে। | La cosa più interessante relativamente alla grande quantità di blog creata dai partiti politici per queste elezioni è che hanno qualche idiota incompetente incaricato di rispondere ai commenti degli utenti. |
16 | উদাহরণসরূপ একটা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে এমন একজন ব্যক্তির জবাব ছিল, “এবং কে জিজ্ঞেস করছেন?” | Per esempio la risposta ad alcune domande rilevanti fatte da una persona è stata: “Chi è che scrive?” |
17 | শেষে! | Complimenti! |
18 | যে পর্যন্ত তারা ব্লগ ও ব্লগস্ফিয়ারের শক্তির মর্যাদাহানি করতে থাকবে, তাদের ব্লগের পাঠকও কম থাকবে; একমাত্র প্রশংসাকারী দলীয় সদস্য ছাড়া। | Finché sminuiranno il potere del blog e della blogosfera, i loro blog riceveranno un flusso irrilevante di visitatori composto solo dai loro adoranti membri di partito. |
19 | ২০০৬ এর নির্বাচনেও এই একই অবস্থা হয়েছিল। | La situazione è la stessa delle elezioni del 2006. |
20 | সে থেকে এখন সংখ্যায় বাড়লেও গুনগত মানে এক ইঞ্চিও এগোয় নি। | Aumentano in quantità, ma non di un centimetro in qualità. |