# | ben | ita |
---|
1 | লেবানন: মিশরের সমর্থনে বিক্ষোভ এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | Libano: manifestazioni in solidarietà con le proteste in Egitto |
2 | লেবাননের রাজধানী বৈরুতে, মিশরীয় দূতাবাসের কাছেই মিশরের বিক্ষোভ প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে এক বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। | In Beruit, Libano, è in atto una protesta solidale con i manifestanti in Egitto davanti all'ambasciata egiziana. |
3 | যখন মিশরীয় নাগরিকরা রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে, তখন সারা বিশ্ব থেকে একই ধরনের বিক্ষোভ প্রদর্শনের খবর আসছে। | Simili manifestazioni vanno svolgendosi un pò in tutto il mondo, mentre gli egiziani continuano a far sentire la loro voce contro i trent'anni di governo del presidente Hosni Mubarak. |
4 | ছবি সহ, বেশ কিছু ধারাবাহিক টুইট বার্তায় টুইটার ব্যবহারকারী নাসসার নামক ভদ্রমহিলা তার পর্যবেক্ষণ ব্যক্ত করেছে। | Angie Nassar condivide le sue osservazioni con una serie di tweet e fotografie. |
5 | ১৫০ থেকে ২০০ জনের মত সমর্থক এই বিক্ষোভে উপস্থিত হয়। যাদেরকে লেবাননের নিরাপত্তা বাহিনী খুব কাছ থেকে পর্যবেক্ষন করছিল। | Circa 150-200 persone [en, come i link successivi eccetto dove diversamente indicato] hanno preso parte all'evento, tenuto sotto stretta sorveglianza dalle forze di sicurezza locali. |
6 | প্রতিবাদকারীদের মিশর এবং তিউনিশিয়া, উভয় রাষ্ট্রের পতাকা উড়াতে দেখা যায়। | I manifestanti sventolavano bandiere dell'Egitto e del Libano. |
7 | অ্যানজি টুইট করেছে: | Angie scrive su Twitter: |
8 | এই মূহূর্তে লেবাননে অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে এক শক্তিশালী বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।http://yfrog.com/hs5v3nj | In questo momento si sta svolgendo una grande protesta all'Ambasciata egiziana in Libano http://yfrog.com/hs5v3nj |
9 | মিশরীয় বিক্ষোভকারীদের সমর্থনে বৈরুতের মিশরীয় দূতাবাসের কাছেই লেবাননের বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। | La protesta libanese in sostegno al popolo egiziano davanti all'ambasciata egiziana di Beirut |
10 | এই ঘটনার ফলাফল জানিয়ে পরবর্তী টুইটে সে উল্লেখ করেছে: | In un altro tweet commenta: |
11 | লেবাননের নিরাপত্তা বাহিনী তারকাঁটার পেছনে দাঁড়িয়ে প্রস্তুত হয়েছিল, লেবাননের এই মিশরীয় দূতাবাসের সামনে যেন জনতার কোন বিস্ফোরণ না ঘটে। http://yfrog.com/h8cy8lbj | Le forze di sicurezza libanesi sono in allerta dietro il filo spinato, pronte ad intervenire in caso di violenze davanti all'ambasciata egiziana http://yfrog.com/h8cy8lbj |
12 | নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। | Forze di sicurezza in allerta |
13 | এবং তার যুক্তিকে প্রমাণ করার জন্য তিনি এর সাথে যোগ করেছেন: | E a rafforzare tale tesi aggiunge: |
14 | মিশরীয় দূতাবাসের সমানে প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছে#লেবানন, এ সব কিছু এখনই ঘটছে।http://yfrog.com/h4wo6rrj | In questo momento i cannoni ad acqua sono puntati contro i manifestanti vicino all'ambasciata egiziana in Libano http://yfrog.com/h4wo6rrj |
15 | প্রতিবাদকারীদের দিকে জল কামান তাক করে রাখা হয়েছে | Cannoni ad acqua puntati contro i manifestanti |
16 | এনজি জানাচ্ছে, প্রতিবাদকারীরা মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারাক এবং যুক্তরাষ্ট্র, উভয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে: | Le proteste, spiega Angie, sono rivolte sia al presidente egiziano Hosni Mubarak che agli USA: |
17 | লেবাননের প্রতিবাদকারীরা যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হবার কারণে #মুবারকের বিরুদ্ধে স্লোগান দেয়। | Davanti all'ambasciata i manifestanti libanesi gridano slogan contro #mubarak per essere stato lo strumento degli americani http://yfrog.com/hs56448414j Manifestanti libanesi gridano slogan anti-Mubarak |
18 | তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় এই আওয়াজ তোলে। http://yfrog.com/hs56448414j | Con il suo ultimo tweet Angie sostiene che la manifestazione va ingrossandosi. |
19 | লেবাননের বিক্ষোভকারীরা মুবারক বিরোধী স্লোগান প্রদান করছে। | Ora la folla è di circa 300 persone: |
20 | তার সাম্প্রতিক টুইটে সে জানাচ্ছে যে, প্রতিবাদকারীরা সংখ্যায় বাড়ছে, এখন বিক্ষোভকারীদের সংখ্যা ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। | Proteste presso l'Ambasciata #egiziana in #Libano visibilmente in aumento. Circa 300 persone. |
21 | দেখা যাচ্ছে #লেবানন-এর #মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর সংখ্যা প্রায় ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। | Continuate a seguire gli aggiornamenti nello speciale di Global Voices Online, sia in inglese che in italiano |