Sentence alignment for gv-ben-20120714-28471.xml (html) - gv-ita-20120807-64115.xml (html)

#benita
1চিলি: আসন্ন বিক্ষোভ-বিরোধী আইন নিয়ে উদ্বেগCile: preoccupazione per progetto di “legge anti-protesta”
2চিলির স্বরাষ্ট্র মন্ত্রী রডরিগো ইঞ্জপিটার কংগ্রেসকে বিক্ষোভকারীদের জন্যে একটি কঠোরতর শাস্তির বিধান অনুমোদনের আহবান জানালে দেশটিতে এক বছর আগে শুরু হওয়া বিতর্কটি নতুন করে সৃষ্টি হয়েছে।Il Ministro degli interni cileno, Rodrigo Hinzpeter ha presentato al Parlamento un progetto di legge che prevede punizioni più dure per i manifestanti, riprendendo in questo modo il dibattito [it] che da un anno agita il Paese.
3২৮শে জুন, ২০১১ তারিখে সান্তিয়াগোর শহরতলীতে ছাত্রদের একটি বিক্ষোভ ক্যারাবিনেরোস (চিলির জাতীয় পুলিশ) এবং ছাত্রদের মধ্যে সংঘটিত সহিংস সংঘাতে পর্যবসিত হলে প্রথমে আইনটির খসড়া করা হয়েছিল।La leggearriva dopo le manifestazioni degli studenti nelle strade di Santiago, dal 28 giugno 2011 in poi, conclusesi con violenti scontri con i Carabineros.
4সম্প্রতি বিনামূল্যে শিক্ষার দাবিতে ছাত্রদের আরেকটি মিছিল সংঘটিত হয়।Recentemente gli studenti sono scesi nuovamente in piazza rivendicando la gratuità del sistema educativo.
5বিক্ষোভ মিছিলটির পরে রডরিগো ইঞ্জপিটার ২০১১ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো আইনটি পর্যালোচনা এবং অনুমোদনের জন্যে চিলির কংগ্রেসকে আহবান জানিয়েছেন।Dopo la manifestazione Rodrigo Hinzpeter ha chiesto al Parlamento cileno di discutere ed approvare la legge inviata dall'ufficio presidenziale a ottobre 2011.
6“লেগে থাকো বাছারা!“Forza ragazzi!
7আমরা তোমাদের সঙ্গে আছি।Siamo con voi.
8আশা ছাড়িনি!La speranza non muore mai!
9(শিক্ষা বেচে) আর কোন মুনাফা নয়” ছবি, ফ্লিকার ব্যবহারকারী পেরিওডিসিও এল সিউদাদানো (সিসি-বাই-এনসি-এসএ ২.No al profitto” Foto di Flickr di Periodico El Ciudadano (Licenza Creative Commons).
10০) গ্লোবাল ভয়েসেসের আগেকার প্রতিবেদন অনুসারে বিধানটি প্রথমে “দখল-বিরোধী আইন” হিসেবে পরিচিত কারণ এর একটি ধারায় সরকারী বা বেসরকারী ভবনের দখল রোধ করতে চাওয়া হয়েছিলো।Come raccontato in precedenza da Global Voices, la proposta è stata inizialmente definita “legge anti-occupazione” dato che tra le misure ne prevede alcune contro l'occupazione di edifici sia privati che pubblici [it] .
11তখন থেকে আইনটি কংগ্রেসে ভো্টের অপেক্ষায় রয়েছে।La legge è rimasta da allora in attesa dell'approvazione del Parlamento.
12ইঞ্জপিটার তার বিবৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়]: “অযৌক্তিকভাবে বাক এবং মত প্রকাশের স্বাধীনতার বৈধ অধিকারের সদ্ব্যবহার করা জনগণকে সত্যিকারভাবে শাস্তি প্রদানে সক্ষম বিধান তৈরী করার জন্যে আইনটির পক্ষে ভোট দেওয়া সবচেয়ে ভাল।”Hinzpeter dal canto suo afferma [es come per tutti gli altri link eccetto ove indicato]: “La cosa migliore era approvare la legge in modo da creare degli strumenti veramente efficaci per punire coloro che approfittano del loro legittimo diritto di libertà d'espressione e di parola per commettere atti di vandalismo ingiustificabili”.
13চিলির টুইটার ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে বিভক্ত।Su Twitter circolano opinioni diverse sul tema.
14উদাহরণস্বরূপ, টুইটার ব্যবহারকারী @লা_আনেমিয়া [স্প্যানিশ ভাষায়] আইনটি নিয়ে কংগ্রেসকে ভোট দিতে চাপা সৃষ্টি করা রডরিগো উবিলা সহকারী স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একমত:Ad esempio, l'utente @La_Anemia, è d'accordo con il sottosegretario agli interni Rodrigo Ubilla, che spinge il Parlamento a votare la legge:
15সরকারী সচিব উবিলা একেবারে ঠিক (বলেছেন)… ইঞ্জপিটার আইনটি সম্পর্কে কংগ্রেসের কিছু বলার এখনি সময়
16আন্দ্রেয়া মন্তেসিনোস (@লাগ্রানমান্তিস) [স্প্যানিশ ভাষায়] আইনটির প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন, যেমন করেছেন হাভিয়েরা কোর্দাস ( হাভিয়েরাকোর্দাস) [স্প্যানিশ ভাষায়]:Il sottosegretario Ubilla ha tutte le ragioni…è ora che il Parlamento dica la sua rispetto alla legge proposta da Hinzpeter Andrea Montecinos (@LaGranMantis)è a favore della legge, così come Javiera Cordas (JavieraCordas) [es]:
17১,২০,০০০ জন ছাত্র শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, কিন্তু শহরতলী ধ্বংস করার জন্যে তাদের ১% যথেষ্ট হতে।120,000 studenti possono marciare pacificamente ma l' 1% è sufficiente per distruggere il centro della città.
18দুঃখিত, আমাদের (নিরাপত্তার জন্যে) ইঞ্জপিটার আইন দরকার।Sorry, ma abbiamo bisogno della legge Hinzpeter.
19মারিয়া ক্যারোলিনা ইনোস্ত্রোযার (@মা৬ষ্ঠকারোলিনা) মতো অন্যান্যরা [স্প্যানিশ ভাষায়] আরেকটু নিরপেক্ষ এবং আইনটিকে সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সরকারের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করেন:Altri come María Carolina Inostroza (@MaCarolinaIV), hanno posizioni più neutrali e credono che questa legge sia solo una reazione del governo alle violente proteste ed agli scontri con la polizia:
20বর্তমানে সরকার ইঞ্জপিটার আইনটি অনুমোদনের অনুরোধ করছে; মিছিলগুলোকে নষ্ট করা কতগুলো দুষ্ট লোকের কারণে (এই) নিপীড়ন।Ora il governo sta spingendo affinchè venga approvata la legge Hinzpeter; repressione a causa di spiantati che mandano alla malora le manifestazioni.
21এক বছরেরও আগে থেকে বিনামূল্যে শিক্ষার জন্যে বিক্ষোভগুলো চলতে থাকার কারণে ছাত্র নেতারা বারবার বলেছেন যে পুলিশের ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তারা প্রায়ই মিছিলগুলোতে অনুপ্রবেশ করে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা উস্কে দিয়েছে [ভিডিও]।Sin dall'inizio delle proteste che rivendicano il diritto allo studio, ormai un anno fa, i rappresentanti degli studenti hanno ripetuto più volte che agenti della polizia in borghese si sarebbero infiltrati nelle manifestazioni, in alcuni casi, incitando alla violenza .
22ইঞ্জপিটার আইনের প্রতিক্রিয়া হিসেবে আবার এই বিষয়টির আবির্ভাব ঘটেছে, মার্চার এক্স দিগনিদাদের (@মোরোচাপাতেতিকা) [স্প্যানিশ ভাষায়] একটি টুইট যেমন দেখিয়েছে:La storia è stata nuovamente tirata in ballo come reazione alla legge Hinzepeter, come rivela il tweet di Marchar x Dignidad (@morochapatetica):
23এখন এটা পরিষ্কার যে কালকের ছদ্মবেশী বিক্ষোভকারীরা ছিল অনুপ্রবেশকারী।Adesso è chiaro che i manifestanti incappucciati di ieri erano infiltrati.
24তারা উবিলা দরকারী লোক যাতে তিনি বলতে পারেন আলামেদা'র (সান্তিয়াগোর বৃহত্তম এভিনিউ) মধ্য দিয়ে আর (মিছিল) নয় এবং দ্রুত ইঞ্জপিটার আইন অনুমোদন করা হোকUtilissimi a Ubilla che può decretare lo stop (delle marce) per Alameda (il corso più grande di Santiago) e far procedere spedita l'approvazione della Hinzpeter
25এছাড়াও ব্যাপক সংখ্যক জনগণ আইনটির সঙ্গে একমত নন।Ma sono molte le persone che non sono d'accordo con la legge.
26তারা টুইটারে হ্যাশট্যাগ #নোআলালেইঞ্জপিটার (“ইঞ্জপিটার আইন নয়) ব্যবহার করে।Su Twitter, viene usato l' hashtag #NoaLaLeyHinzpeter (“No alla legge Hinzepeter).
27এরকম একজন ইভোনে মন্তেরো (@ইভিচিকিতুরি) [স্প্যানিশ ভাষায়] বলেছেন:Tra queste c'è Ivonne Montero (@ivichikiturry) che ha scritto:
28#নোআলালেইঞ্জপিটার এটি অপরাধ সংঘটিত আগেই অপরাধী করে দেয়…..#NoaLaLeyHinzpeter Criminalizza le intenzioni…..
29এমটিভি চিলির একজন প্রাক্তন ভিজে উরসুলা এঘেরসের একটি কথোপকথনে আইনটি নিয়ে সেই ধরনের একটি আলোচনা এবং বিভক্তি দেখা যায়। তিনি টুইট করেছেন (@ উরসুলা_এঘেরস):Un botta e risposta che mostra il tipo di discorsi e di divisioni che agitano la Rete a proposito di questa legge, è quello che coinvolge Ursula Eggers, una ex VJ di MTV Cile, che ha scritto via Twitter (@ursula_eggers):
30@উরসুলা_এঘেরস: ‪#কোন ইঞ্জপিটার আইন নয় এটি প্রকাশের স্বাধীনতার অধিকারের জন্যে ক্ষতিকর@ursula_eggers: ‪#NoToHinzpeterLaw‬ Danneggia il diritto alla libertà d'espressione.
31। অপরাধ সংঘটিত আগেই অপরাধী করে দেয়Criminalizza le intenzioni.
32। স্বৈরশাসনের সময়ের চেয়েও নিকৃষ্টPeggio dell'epoca della dittatura. ‪
33। ‪‪#ইন্যাসিওনাল#ENacional‬
34@এউঘেফরেস্তাই: @উরসুলা _এঘেরস @ইজকিয়ের্দা _তুই আর আমার নিরাপত্তার অধিকারের কী হবে?@eugeforestal: @ursula_eggers @Izquierda_Tuit e come la mettiamo con il mio diritto alla sicurezza ?
35ডাকাতির জন্যে কে জবাব দিবে?Chi si farà carico dei furti?
36এখনি ইঞ্জপিটার আইন!!!Vogliamo la legge Hinzpeter subito!!!
37@উরসুলা_এঘেরস: @এউঘেফরেস্তাই @ইজকিয়ের্দা _তুই আইন নিরাপত্তার নিশ্চয়তা দেয় না।@ursula_eggers: @eugeforestal @izquierda_tuit La legge non garantisce la sicurezza.
38এটা নিশ্চয়তা দেয় অত্যধিক শাস্তির।Assicura punizioni eccessive.
39অপরাধ প্রতিরোধে আরো গভীর সংস্কার প্রয়োজন।La prevenzione del crimine richiede riforme più profonde.
40ব্যাপকভাবে ভাগাভাগি করা উপাদানের একটি হলো আইনের ছাত্র সেবাস্তিয়ান আয়লুইন [স্প্যানিশ ভাষায়]-এর প্রেজি উপস্থাপনা [স্প্যানিশ ভাষায়] যাতে আইনটির ফলে কী কী হতে পারে সেই সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।Tra il materiale più diffuso in linea ci sono la Prezi presentation dello studente di legge Sebastian Aylwin che spiega nel dettaglio cosa implichi il progetto di legge.
41আয়লুইনের মতে অন্যান্য বিষয়ের মধ্যে সরকারী ও বেসরকারী ভবন দখল বা ট্রাফিক বা মৌলিক পরিষেবা বিঘ্নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ৫৪১দিন থেকে ৩বছর কারাদণ্ডের সুপারিশ করেছে।Secondo Aylwin, la legge prevede dai 541 giorni ai 3 anni di prigione per coloro che vengano giudicati colpevoli di occupazione di edifici pubblici e privati o di intralciare il traffico o altri servizi basici.
42অন্য যে লিংকটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটা হলো ১৮ই জুন, ২০১২ তারিখে রডরিগো ফার্ণান্দেজের ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি যাতে প্রথমে রাষ্ট্রপতি পিনেরা এবং মন্ত্রী রডরিগো ইঞ্জপিটার মজা করার পর আইনটির অন্য আরেকটি দিক নিয়ে আলোচনা করে যা গণবিক্ষোভগুলোকে অপরাধে পরিণত করে ফেলতে পারে।Un altro link che ha fatto il giro della rete è quello di un video caricato su youtube da Rodrigo Fernandez il 18 giugno 2012, che all'inizio prende in giro il presidente Piñera ed il ministro Rodrigo Hinzpeter, ma che più tardi discute dei diversi aspetti della legge che criminalizzerebbe le manifestazioni pubbliche.
43ঘটনাক্রমে দি ক্লিনিকের রিপোর্ট করা [স্প্যানিশ ভাষায়], আইনটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি ৬ই জুলাই, ২০১২ তারিখেই নির্ধারিত হয়।Ironicamente, come racconta The Clinic , si è tenuta una nuova marcia il 6 luglio del 2012 a cui ne è seguita una il 4 di agosto.