# | ben | ita |
---|
1 | বাংলাদেশ: ফিফা বিশ্বকাপ, অতীত স্মৃতি | Bangladesh: mondiali di calcio, ricordi del passato… |
2 | ফুটবল বা সকার যে নামেই বলুন না কেন এ খেলাটি এ যাবত যতগুলো খেলা মানুষ আবিষ্কার করেছে তার মধ্যে নি:সন্দেহে সবচেয়ে সেরা। | Il calcio, football o soccer, come viene chiamato in varie parti del mondo, è lo sport più bello inventato dal genere umano. |
3 | ফিফা ফুটবল বিশ্বকাপ এমন একটি খেলা সারা বিশ্বে যার সবচেয়ে বেশি দর্শক রয়েছে। | E i campionati mondiali [it] sono l'evento sportivo più seguito al mondo. |
4 | বাংলাদেশ এমন এক দূর্লভ দেশ যেখানে বিশ্বকাপের সময় লোকজন সক্রিয়ভাবে একটি বিশেষ দেশকে বেছে নেয় এবং সমর্থন করে যে দেশটির সাথে তার অন্য কোন ভাবে কোন সম্পর্ক নেই। | Il Bangladesh [it] è uno dei rari Paesi in cui durante i mondiali la gente si identifica e tifano per una nazione con cui altrimenti non avrebbe alcun legame [en]. |
5 | এবং তাদের প্রিয় দল? | Le squadre favorite? |
6 | আর্জেন্টিনা অথবা ব্রাজিল এবং আপনারা দেখতে পারবেন এদের সমর্থকরা ছাদের মাথায় এইসব দেশের পতাকা উড়িয়ে দিয়েছে। | ‘Argentina' o ‘Brasile', di cui potrete vedere le bandiere appese sui tetti dai vari sostenitori. |
7 | কয়েক সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিফা ফুটবল বিশ্বকাপ-২০১০ শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশী ব্লগাররা এই মহা আয়োজন নিয়ে আলোচনা করছে। | Nell'imminenza del calcio d'inizio in Sudafrica, i blogger bengalesi discutono animatamente di questo super-evento. |
8 | চায়ের কাপে ঝড় তুলে সমর্থকরা বিশ্লেষণ করছে যে তাদের দলে বিশ্বকাপ জিতবে কি না। | L'argomento del giorno è l'analisi dei tifosi sulla vittoria o meno del mondiale di una determinata squadra. |
9 | এ ছাড়াও, কয়েকজন ব্লগার বিগত বিশ্বকাপের স্মরণীয় ঘটনা স্মরণ করছে। | Intanto altri blogger rilanciano alcuni momenti memorabili delle edizioni precedenti dei mondiali. |
10 | বাংলা ব্লগ প্লাটফর্ম সামহোয়্যারইন-এ, মামু ১৯৮২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কিছু স্মরণীয় ঘটনা আমাদের জানাচ্ছেন: | Su Somewherein [ben], piattaforma per blog in bengalese, Mamu condivide [ben] i suoi ricordi dei Mondiali di calcio del 1982 [it] : |
11 | ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশন প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে বিশ্বকাপের খেলা সরাসরি প্রচার করে। | Nel 1982, Bangladesh Television (di proprietà governativa e a quel tempo unico canale TV) ha iniziato a trasmettere per la prima volta in diretta le partite dei mondiali. |
12 | আমি তখন একেবারে শিশু কিন্তু আমার দেখা প্রথম সরাসরি বিশ্বকাপের কথা স্পষ্ট মনে আছে। | Allora ero un bambino, ma ricordo che le partite di solito iniziavano a mezzanotte. |
13 | গভীর রাতে খেলা শুরু হত। পড়ার ছেলেরা দলবেঁধে খেলা দেখতে আসত। | Varie persone del nostro quartiere erano solite riunirsi a casa nostra per seguirle. |
14 | বাসার উঠানে টিভিটাকে নিয়ে আসা হত, দর্শকেরা দু'টি দলে বিভক্ত হয়ে যেত। | La TV veniva portata nel giardino di casa nostra e il pubblico si divideva in due settori. |
15 | জয়ী দল নাচতে নাচতে পরাজিতরা বিমর্ষ বদনে বাড়ি ফিরত। এর সাথে তিনি যোগ করেছেন: | I vincitori di solito tornavano a casa ballando a ritmo di cori gioiosi, mentre i perdenti ritornavano a casa con la faccia triste. |
16 | আমাদের টেলিভিশন ছিল সাদাকালো। | Più oltre aggiunge: |
17 | কিন্তু আমার দৃষ্টিতে সেই বিশ্বকাপ ছিল সবচেয়ে রঙ্গীন। বৃষ্টিতে ফুটবল খেলা। | “La nostra televisione era in bianco e nero, ma quello è stato il mondiale più ‘colorato' che abbia mai visto”. |
18 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিপেজ-এর। | Giocare a calcio sotto la pioggia. |
19 | সিসি বাই-এনসি-এনডি | Immagine dell |
20 | বাংলাদেশের সমর্থকরা প্রচণ্ড উন্মাদ। | I tifosi bengalesi sono davvero folli. |
21 | মামু-এর সাথে ১৯৯০-এর বিশ্বকাপের একটি ঘটনা আমাদের জানাচ্ছেন: | Anche Mamu rilancia un racconto dei mondiali del 1990: |
22 | এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জার্মানীর কাছে পরাজিত হয়। | Il 1990 è stato l'anno in cui l'Argentina ha incontrato la Germania in finale. |
23 | ফাইনালের রেফারিং নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। | La Germania ha poi battuto l'Argentina. |
24 | বিষয়টি বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের মোটেও ভালো লাগেনি। | Molti hanno criticato le decisioni prese dall'arbitro in quella finale. |
25 | এদের একজন রেফারি কোডেসালের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করে দেয়। মামু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সমর্থন প্রদানের ক্ষেত্রে ধর্ম একটি উপাদান হিসেবে কাজ করে। | I tifosi bengalesi dell'Argentina non sono rimasto affatto contenti, e uno di loro ha addirittura fatto causa all'arbitro della partita in una corte locale. |
26 | তার তথ্য অনুযায়ী: ১৯৯৪-এর বিশ্বকাপে ইতালী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন রবার্তো ব্যাজিও। তিনি বৌদ্ধধর্মের অনুসারী, এ কারণে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের অনুসারীরা ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালীকে সমর্থন প্রদান করেছে: | Mamu ci informa che anche la religione ha contribuito a creare tifosi: il calciatore italiano Roberto Baggio è Buddista, ed ecco perchè i Buddisti del Bangladesh hanno tifato [en] per l'Italia nei mondiali del 1994: |
27 | ১৯৯৪ সালের বিশ্বকাপ বাংলাদেশের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করে। | Il 1994 è stato un anno in cui i mondiali hanno creato una dimensione diversa in Bangladesh. |
28 | যদিও বাংলাদেশের জনগণ ব্রাজিল বা আর্জেন্টিনাকে সমর্থন করে, তারপরে বাংলাদেশের পাবর্ত্য চট্টগ্রামের বাস করা বৌদ্ধরা ইতালিকে সমর্থন করে। | |
29 | এর কারণ রবার্তো ব্যাজিও। | La maggior parte dei bengalesi di solito tifava Brasile o Argentina. |
30 | তিনি ছিলেন ইতালির মধ্যমাঠের সেরা খেলোয়াড়। ব্যাজিও ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। | Ma quanti vivevano a Cox'sbazar o nelle vicinanze quell'anno hanno tifato Italia solo per Roberto Baggio. |
31 | ব্যাজিও কক্সবাজারের এক বৌদ্ধ মন্দিরের সংস্কার কাজে অর্থ দান করেছিলেন। | Baggio è Buddista e ha donato parecchi soldi per ristrutturare una Pagoda nell'area di Cox'sbazar. |
32 | কেবল ধর্ম নয় অন্য কারণেও ইতালী কিছু বাংলাদেশীর সমর্থন লাভ করেছিল: | Non solo la religione ma anche un altro fattore ha contribuito ad aumentare il tifo per l'Italia: |
33 | তবে কেবল বৌদ্ধরা ব্যাজিও ইতালিকে সমর্থন করেনি। এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম এক নায়িকা ইতালিকে সমর্থন করে। | Non solo i buddisiti del nostro Paese, ma anche una delle attrici più glamour di quel periodo tifava per l'Italia perchè i giocatori della nazionale di calcio italiana erano molto belli (Forza Italia!). |
34 | তার সমর্থণের কারণ, ইতালির ফুটবলাররা ছিলেন সুদর্শন। (ভিভা ইতালিয়া): | Sfortunatamente tutte le preghiere e incitamenti non si sono materializzati, perchè il Brasile ha battuto l'Italia in finale. |
35 | হায়! তাদের সকল প্রার্থনা এবং ইচ্ছা বাস্তবে রূপান্তরিত হয়নি। | Baggio ha sbagliato un rigore fondamentale e l'Italia ha perso la coppa. |
36 | এই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ইতালীকে পরাজিত করে। ব্যাজিও ফাইনালের গুরুত্বপূর্ণ পেনাল্টিতে গোল করতে ব্যার্থ হয় এবং ইতালী বিশ্বকাপ জিততে ব্যার্থ হয়। | In calce al post citato sopra, Nasiruddin Hojja commenta [ben] con questo titolo, ‘come i mondiali di calcio hanno avuto impatto sulle professioni e sulla politica nel nostro Paese': |
37 | এই ব্লগ পোস্টে নাসিরউদ্দিন হোজ্জা ‘কি ভাবে বিশ্বকাপ ফুটবল আমাদের দেশে বিভিন্ন পেশা ও রাজনীতিতে প্রভাব তৈরি করে' এই শিরোনামে মন্তব্য করেছেন: | |
38 | ১৯৮২ সালের বিশ্বকাপ সম্বন্ধে একটা স্মৃতি আমার মনে আছে। | Ricordo una cosa dei mondiali del 1982. |
39 | আমাদের মফস্বল শহরে যে পাড়ায় আমি বাস করতাম, তার কাছে একটা বস্তি ছিল। | Vivevo in una piccola città e vicino casa mia c'era un quartiere malfamato. |
40 | সেখানে অনেক গরিব লোক বাস করত। | Alcuni di quei poveretti erano dei ladri professionisti. |
41 | যাদের অনেকের পেশা ছিল চুরি করা। ফুটবল বিশ্বকাপের কারণে সেবার মানুষ রাত জেগে খেলা দেখতে শুরু করে। | Quella era la prima volta che la gente stava sveglia dopo mezzanotte per guardare i mondiali. |
42 | এর ফলে চোরদের চুরি করতে সমস্যা দেখা দেয়। | Così era molto difficile per i ladri eseguire i loro “lavoretti”. |
43 | একদিন স্কুল থেকে ফেরার সময় দেখি তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাত জেগে খেলা দেখান বন্ধ কর। | Un giorno mentre stavo tornando da scuola, ho sentito che urlavano slogan contro il governo del Bangladesh, del tipo “smettetela di trasmettere i mondiali a mezzanotte”. |
44 | চোরদের জন্য বিষয়টি বেদনাদায়ক হলেও পুলিশের জন্য বিশ্বকাপ আর্শীবাদ স্বরূপ, বিশেষ করে বিশ্বকাপের খেলা যদি গভীর রাতে অনুষ্ঠিত হয়। | Sebbene i mondiali fossero un cattivo presagio per i ladri del Bangladesh, sono state sicuramente una benedizione per la polizia, specialmente perchè le partite andavano in onda dopo mezzanotte. |
45 | নাসিরউদ্দিন এর সাথে যোগ করেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা বিশ্বকাপ এবং তার তারকাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করে: | Nasiruddin aggiunge che i mondiali e le relative superstar in qualche vengono usate a scopo politico: |
46 | তবে বিশ্বকাপ ফুটবলের সেরা তারকা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখেছি বিশ্বকাপের পরপরই। | Abbiamo visto i mondiali e le rispettive superstar venire utilizzate come strumento politico. |
47 | ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানীর কাছে হেরে যায়। | Nei mondiali del 1990 l'Argentina ha perso la finale contro la Germania. |
48 | ফাইনালের এই পরাজয় ম্যারাডোনা মেনে নিতে পারেনি। মাঠে সে কান্নায় ভেঙ্গে পড়ে। | La superstar argentina Diego Maradona, non riuscendo ad accettare la sconfitta, è scoppiato a piangere dopo la finale. |
49 | তার সাথে কেঁদে উঠে হাজার হাজার বাংলাদেশী। | Anche molti tifosi bengalesi hanno pianto per lui. |
50 | বাংলাদেশীদের মাঝে ম্যারাডোনার জনপ্রিয়তাকে পুঁজি করে সে সময় স্বৈরশাসকের একজন উপ-রাষ্ট্রপতি ঘোষণা দেয় যে, তারা বাংলাদেশে ম্যারাডোনাকে নিয়ে আসছে। | Siccome Maradona era una figura estremamente popolare tra i bengalesi, il vicepresidente del governo autocratico di quel periodo annunciò di voler portare Maradona in Bangladesh. |
51 | কিন্তু যখন একজন বাংলাদেশী সাংবাদিক এই তার সম্ভাব্য বাংলাদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করে তখন ম্যারাডোনা জানাতে চায় বাংলাদেশ কোথায়? | In seguito un giornalista bengalese ha chiesto a Maradona del suo viaggio in Bangladesh e quest'ultimo ha semplicemente risposto chiedendo dove fosse il Bangladesh. |
52 | পুরো সংবাদটি ছিল রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের জন্য এক মিথ্যাচার। | Tutta la storia era una bugia creata solo per guadagnare consensi politici. |
53 | বিশ্বকাপ নিয়ে নাদিয়া চৌধুরী দিনা তার অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন: | Infine, Nadia Chowdhury Dina ricorda [ben] la sua esperienza: |
54 | ১৯৮৬ এর বিশ্বকাপের সময় যখন আমি খুবই ছোট আব্বা আমাদের রাতে ডেকে তুলত খেলা দেখার জন্য। | Durante i mondiali del 1986 ero una bambina e mio padre era solito svegliarci per guardare le partite. |
55 | তখন খেলার কিছুই বুঝিনা শুধু আববা যখন গোল বলে চিৎকার দিত আমরা ভাইবোন মিলে সেই সাথে চিৎকার দিতাম । | Non sapevo niente di quello sport ma quando mio padre urlava ‘Goool!' anche noi figli ci mettevamo a urlavamo. |
56 | তখন ঘুম ভেঙ্গে খেলা দেখতে ওঠার অন্যতম কারণ ছিল সকালে স্কুলে গিয়ে বলতে পারব আমি রাত জেগে খেলা দেখেছি যদিও উঠে একটু পরেই আবার ঠুস হয়ে যেতাম ঘুমে। | Una delle ragioni per cui ci svegliavamo per guardare le partite era per poi vantarcene a scuola, anche se in realtà la maggior parte delle volte tornavamo a letto poco dopo esserci svegliati. |
57 | এই পোস্টটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০১০ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রকাশ করা গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজের একটি অংশ।. | Questo post fa parte dello speciale di Global Voices dedicato ai Mondiali di calcio 2010 in Sudafrica [en]. |