Sentence alignment for gv-ben-20121221-34127.xml (html) - gv-ita-20130104-72244.xml (html)

#benita
1কাতালোনিয়া: স্পেন থেকে স্বাধীন হয়ে কী করবে?Catalogna: servirà a qualcosa l'indipendenza dalla Spagna?
2এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ।Manifestazione per l'indipendenza in Via Laietana a Barcellona, 11/09/2012.
3১১ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে ভায়া লাইয়েতানা'তে (বার্সেলোনা) স্বাধীনতার জন্যে সমাবেশ।Foto di Lohen11 su Wikimedia Commons (CC BY-SA 3.0)
4উইকিমিডিয়া কমন্সে লোহান১১ (সিসি বাই-এসএ ৩.
5০) ২৫শে নভেম্বর, ২০১২ কাতালানরা একটি তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটের দিকে অগ্রসর হয়েছে। স্বাধীনতার জন্যে বার্সেলোনাতে সংঘটিত একটি বিশাল সমাবেশের মাত্র দুই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।Il 25 novembre scorso i catalani [en, come i link successivi, tranne dove altrimenti indicato] si sono recati alle urne per le elezioni regionali anticipate, a soli due mesi di distanza dalla massiccia manifestazionea Barcellona per l'indipendenza catalana.
6ভোট প্রদানকারীদের সংখ্যা ৩০ বছরের সর্বোচ্চ প্রায় ৭০%-এ উন্নীত হয়েছিল এবং আত্মনির্ধারণের (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) জন্যে একটি গণভোট অনুষ্ঠানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ চারটি রাজনৈতিক দল রক্ষণশীলদের (পিএসসি-পিপি-সি) চেয়ে দ্বিগুণের বেশি আসন লাভ করেছে।L'affluenza alle urne ha raggiunto quasi il 70%, la più alta degli ultimi 30 anni, e i quattro partiti politici (CiU-ERC-ICV-CUP) in favore del referendum sull'indipendenza hanno ottenuto più del 50% dei seggi rispetto ai sostenitori dell'unità nazionale.
7তাৎপর্যপূর্ণভাবে, কাতালোনিয়ার প্রধান দু'টি দল - শাসক মধ্য-ডানপন্থী সিআইইউ এবং সমাজতান্ত্রিক পিএসসি - শোচনীয়ভাবে পিছিয়ে যায়।In particolare i due principali, il CIU di centro-destra e i socialisti del PSC, hanno subito una dura battuta d'arresto.
8সেই অনুসারে, মনে হচ্ছে কাতালোনিয়া এখন বাকি স্পেনের সঙ্গে তার বন্ধন সম্পর্কে একটি গণভোটের দিকে যাচ্ছে এবং তারা প্রধান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালনায় বিশ্বাস করে না।La Catalogna sembra quindi decisa a tenere un referendum sul legame con la Spagna, ma non crede che i maggiori partiti politici siano in grado di portare a termine il processo secessionista.
9স্পেন অবশ্য কাতালানদের ভোট প্রদানের কাজটি সহজ করবে না, যেহেতু ফ্রান্সিসকো ফ্রাংকোর স্বৈরশাসনের পতনের পর ১৯৭৮ সালে লিখিত দেশটির সংবিধানে স্পেনকে বিভক্ত করার যে কোন প্রচেষ্টা অবৈধ বিবেচিত।La Spagna comunque non permetterà tanto facilmente ai Catalani di andare al voto, visto che una secessione andrebbe contro la Costituzione redatta nel 1978, dopo la caduta della dittatura di Francisco Franco.
10সাংস্কৃতিক পার্থক্যের কথা বাদ দিলেও অনেক কাতালান স্বাধীনতার প্রতি আকৃষ্ট বোধ করছে কারণ এটি তাদেরকে আরো দক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উদ্ভাবনী একটি নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ প্রদান করবে।A prescindere comunque dalle differenze culturali, molti catalani sono favorevoli all'indipendenza perché potrebbe portare a uno Stato più efficiente, democratico, trasparente e innovativo.
11একটি স্বাধীন কাতালোনিয়া সদা অর্থনৈতিক সংকট, অস্বচ্ছতা এবং পৃষ্ঠপোষিত রাজনীতি আক্রান্ত আজকের স্পেন থেকে অনেক আলাদা হতে পারে।Una Catalogna indipendente potrebbe essere molto diversa dalla Spagna odierna, in cui la crisi economica, la mancanza di trasparenza e il clientelismo politico sono spesso all'ordine del giorno.
12তবে একটি স্বাধীন কাতালোনিয়া কী ১৯৭০ এর দশকের শেষ ভাগ থেকে স্পেনে আধিপত্যশীল প্রাতিষ্ঠানিক গতিশীলতার ভাঙ্গনে নেতৃত্ব দিতে পারে?Ci si chiede però se, una volta indipendente, la regione catalana sarebbe in grado di portare alla rottura delle dinamiche istituzionali che hanno dominato la Spagna sin dalla fine degli anni '70.
13আশাবাদীরা তাই বিশ্বাস করে।Gli ottimisti credono di sì.
14উদাহরণস্বরূপ, একটি স্বাধীন কাতালোনিয়ার অর্থনৈতিক সম্ভাব্যতা ব্যাপকভাবে আলোচিত এবং সেটা ততদিন পর্যন্ত সম্ভব যতদিন সামান্য কয়েকটি বাণিজ্য বাধা থাকবে।Per esempio, la capacità della Catalogna di sopravvivere economicamente è stata ampiamente discussa, ed è considerata possibile a patto che non vi siano troppe limitazioni agli scambi commerciali.
15তবে সম্ভাব্যতা শুধু যথেষ্ট সম্পদ থাকার ব্যাপার নয়।Ma la sostenibilità economica di un Paese non si misura con l'avere abbastanza risorse.
16একটি কাতালান সংবাদপত্রের উপসম্পাদকীয়তে অর্থনীতিবিদ ইয়োর্দি গালির লেখা অনুবাদ করেছে উইলসন উদ্যোগ:Economisti come Jordi Galí scrive in un articolo tradotto dall'Iniziativa Wilson:
17এই প্রতিবেদন [“বিশ্বব্যাংকের ব্যবসা”] এবং বিশ্বব্যাংকের প্রতিযোগিতামূলক প্রতিবেদনের মতো একইধরনের অন্য কোনটি কোনো ব্যবসা ব্যবস্থাপকের জন্যে যা প্রয়োজন শুধু সেটা নিশ্চিত করে: উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সম্পদ সৃষ্টির আদর্শ পরিস্থিতি থেকে স্প্যানিশ প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অনেক দূরে রয়েছে।Questa relazione [la “Doing Business” della Banca Mondiale] e altre simili, come quella relativa alla competitività globale, confermano semplicemente ciò che è evidente per qualsiasi manager: il quadro istituzionale spagnolo non è appropriato per creare una ricchezza basata sulla produttività.
18সুতরাং গোড়া থেকে একটি নতুন রাস্ট্র নির্মাণ অতীতের ভারমুক্ত ভবিষ্যতমুখী একটি উচ্চাভিলাষী এবং আকর্ষক প্রক্রিয়া শুরু করার অনন্য সুযোগ সৃষ্টি করে।La costruzione di un nuovo Stato offre, dunque, un'occasione unica per iniziare da zero, un processo ambizioso e coinvolgente, che guarda al futuro senza essere appesantito dal passato.
19কিন্তু পৃষ্ঠপোষিত রাজনীতি ভিত্তিক একটি সমাজ কিভাবে উৎপাদনশীল হতে পারে?Ma come può essere produttiva una società basata sul clientelismo politico?
20এসমোগলু এবং রবিনসন লিখিত জাতি কেন ব্যর্থ হয় বই থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এদ্রিয়া এলসিনা কাতালোনিয়ার ক্ষমতার কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ই-নোটিসিসে[কাতালান ভাষায়] লিখেছেন:Prendendo ispirazione dal libro Why Nations Fail di Acemoglu e Robinson, Adrià Alsina scrive su e-notícies [ca] sulla necessità di modificare le strutture politiche della Catalogna:
21শোষক অভিজাতরা সরকারী ক্ষমতা এবং বড় বড় পরিষেবা কোম্পানীগুলো নিয়ন্ত্রণ করে একটি সামাজিক শ্রেণী গঠণ করে ঠিক পোষক থেকে পরজীবীর মতো করে দেশ থেকে সম্পদ শুঁষে নেয়।Le élite economiche controllano il potere pubblico e le grandi società di servizi, e formano una casta che monopolizza la ricchezza del paese proprio come fanno parassiti.
22তারা একে জাতীয় স্বার্থ, সরকারী পরিষেবা বা স্থানীয় শিল্পের সুরক্ষার ছদ্মাবরণ দিলেও তা সবসময় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপর সংখ্যালঘুর সুবিধার সেই একই সুরক্ষায় পর্যবসিত হয়।Mascherano le loro azioni con l'interesse nazionale, con interessi di servizio pubblico o di salvaguardia dell'industria locale, ma in realtà sono i privilegi di una minoranza contro gli interessi della maggioranza.
23একটি ফলোআপ নিবন্ধে [কাতালান ভাষায়] তিনি বলেছেন:In un altro articolo sullo stesso sito [ca], si legge:
24নিজস্ব রাষ্ট্রে পৌঁছাতে পারলে কাতালোনিয়া এই জোয়াল থেকে পরিত্রাণ লাভের সুযোগ। তবে এটা শুধুমাত্র কিছু শোষক অভিজাতের প্রতিস্থাপনও হতে পারে।Se la Catalogna ottiene l'indipendenza, avrà l'opportunità di sbarazzarsi di questo peso, ma potrebbe anche ritorvarsi a sostituire alcune élite economiche con altre.
25… আগামী বছরগুলোতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যেকার যে ভয়ানক অশুভ আঁতাত আমাদেরকে বিপর্যয়ের নিয়ে যাওয়া এই কাঠামোটি পাল্টানোর সুযোগ রয়েছে।…È questa la struttura che nei prossimi anni avremo l'opportunità di cambiare: la terribile collusione tra le élite economiche e politiche che ci hanno portato al disastro.
26রাজনীতিবিদ এবং নির্মাণ ব্যবসায়ীদের সেবাদানকারী আধা-সরকারী ব্যাংকগুলির অর্থায়ণপুষ্ট জমি ও গৃহায়ণ ব্যবসার বুদ্বুদের বিপরীতে অধিকাংশ কাতালান কোম্পানীগুলো এখনো ফ্রাংকোর আমলে পড়ে রয়েছে।Alcuni dubitano che il processo possa essere portato a termine dal principale partito di centro-destra, il CiU. Per esempio, il blog [ca] e account Twitter @CiUensRoba (‘CiU is Robbing Us') con 6,.810 ‘follower', dichiarano:
27প্রক্রিয়াটি প্রধান মধ্য-ডানপন্থী পার্টি সিআইইউ'র নেতৃত্বাধীন থাকায় কেউ কেউ সন্দেহ করেন এই কাঠামোগত পরিবর্তন সম্ভব কিনা।La Catalonia merita un'indipendenza senza ladri. Il CiU ha rubato le nostre libertà, la sovranità, l'identità, il benessere…e continuerà a farlo!
28উদাহরণস্বরূপ, ৬,৮১০ জন অনুসরণকারী সম্বলিত ব্লগ এবং টুইটার একাউন্ট @সিআইইউয়েন্সরবা(‘সিআইইউ আমাদের লুণ্ঠন করছে') এর টুইটার প্রোফাইল বর্ণনায় বলেছে:Altri sottolineano che porre fine alla corruzione in generale è molto più urgente dell'indipendenza dalla Spagna.
29কাতালোনিয়া চোরমুক্ত একটি স্বাধীনতার দাবিদার।Nell'oasi catalana non ci sono date (per il popolo, ovviamente).
30সিআইইউ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিচয়, কল্যাণ… চুরি করেছে এবং এটা করতে থাকবে!Ma vogliamo veramente l'indipendenza, portandoci sulle spalle il sacco della corruzione politica?
31অন্যরা যুক্তি তুলে ধরেছে যে স্পেন থেকে স্বাধীনতার চেয়ে দুর্নীতির অবসান সাধারণভাবে আরো অনেক বেশি জরুরী।@afarrasc: I magistrati hanno aspettato fino al #25N+2 per accusare i leader del PSC di presunta corruzione. L'indipendenza della magistratura è più urgente di quella della Catalogna.
32@মোরাগাসান্তি: কাতালান মরুদ্যানে (জনগণের জন্যে অবশ্যই) খুর্মা-খেজুর নেই।Il processo di indipendenza comprometterebbe l'ordine politico ed economico della regione.
33আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পিঠে রাজনৈতিক দুর্নীতির সেই থলে বহন করবো কী?Ci vorrà comunque più di un referendum per scuotere le dinamiche sociali e del potere locali. Potrebbe però essere un primo passo?
34@আফারাস্ক: কথিত দুর্নীতিতে পিএসসি নেতাদের অভিযুক্ত করতে ম্যাজিস্ট্রেটরা #২৫ন+২ (দিন) পর্যন্ত অপেক্ষা করেছে কাতালোনিয়ার চেয়ে বিচার বিভাগীয় স্বাধীনতা বেশি জরুরী স্বাধীনতার একটি প্রক্রিয়া অঞ্চলটির রাজনৈতিক এবং অর্থনৈতিক শৃংখলে নাড়া দিবে।Questo articolo e le sue traduzioni in spagnolo, arabo e francese sono stati commissionati dall'International Security Network (ISN) nell'ambito di una collaborazione volta a dare voce ai cittadini di ogni parte del mondo, su temi riguardanti le relazioni internazionali e la sicurezza.
35তবে, সামাজিক এবং ক্ষমতার গতিপ্রকৃতিতে নাড়া দিতে একটি গণভোটের চেয়ে অনেক বড় কিছু দরকার।L'articolo è stato pubblicato in origine sul blog di ISN.
36এটা কী একটা প্রথম পদক্ষেপ হতে পারে?Qui è possibile leggere gli altri articoli di ISN.