Sentence alignment for gv-ben-20121201-33197.xml (html) - gv-ita-20121123-69969.xml (html)

#benita
1ব্রাজিলীয় আদালত গুয়ারানি-কাইওয়া আদিবাসীদের উচ্ছেদ আদেশ স্থগিত করেছেBrasile: sospeso lo sgombero dei nativi Guarani-Kaiowá
2এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। ২০১২ সালের অক্টোবরের শুরুতে মাতো গ্রসো দো সুল (এমএস) রাজ্যের গুয়ারানি-কাইওয়া কুয়ে / এম্বারাকে আদিবাসী সম্প্রদায় একটি চিঠি প্রকাশ করার পর ব্রাজিল এবং বহির্বিশ্বে ব্যাপক সংহতি সমাবেশ সৃষ্টি হয়েছে।La lettera [pt, come gli altri link eccetto ove diversamente indicato] diffusa in ottobre dalla comunità indigena Guarani-Kaiowá di Pyelito Kue / Mbarakay, nello Stato brasiliano del Mato Grosso do Sul (MS), ha dato origine ad un'importante mobilitazione, sia dentro che fuori del Brasile.
3ইন্টারনেটে অনেক নাগরিক জমি থেকে উচ্ছেদের হুমকির মুখে ইগুয়াতেমি পৌরসভায় এই সম্প্রদায়ের সংগ্রামটি অনুসরণ এবং জনগণ বিভিন্ন অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে।Molti cittadini hanno seguito su internet la lotta [it] ingaggiata nel municipio di Iguatemi, dopo le minacce di sgombero dalle proprie terre e moltissimi hanno firmato le petizioni rilanciate online.
4এই সংহতি সমাবেশ এতটাই সফল ছিল যে সাও পাওলোর ফেডারেল ৩য় আঞ্চলিক আদালত জাতীয় ইন্ডিয়ান ফাউন্ডেশনের (ফুনাই) অনুরোধের জবাবে গুয়ারানি-কাইওয়াদেরকে তাদের শিবির থেকে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে।La mobilitazione ha ottenuto il risultato sperato, dato che il Tribunale Regionale Federale della 3ª Regione, a San Paolo, ha infine sospeso lo sgombero degli indigeni Guarani-Kaiowás dall'accampamento in cui si trovavano, accogliendo la petizione presentata dalla Fondazione nazionale per gli indigeni (FUNAI).
5প্রজাতন্ত্রের প্রেসিডেন্সির জাতীয় মানবাধিকার সচিব মারিয়া রোজারিও ৩০শে অক্টোবর তারিখ টুইটারে [পর্তুগীজ ভাষায়] ঘোষণা করেছেন:Maria do Rosário, Segretaria nazionale per i diritti umani della Presidenza della Repubblica, annuncia via Twitter:
6@_মারিয়াদোরোজারিও: আমরা মাত্র এখনি গুয়ারানি-কাইওয়াদের উচ্ছেদ স্থগিত করার বিচারিক সিদ্ধান্তটি পেয়েছি।@_mariadorosario: Abbiamo appena ricevuto la decisione del giudice che sospende lo sgombero dei Guarani-Kaiowá.
7কেন্দ্রীয় সরকারের (কাছে করা) আপীলটি মেনে নেয়া হয়েছে!Il ricorso del Governo Federale è stato accettato!
8গুয়ারানি কাইওয়া শিশু।Bambini Guarani-Kaiowa.
9মাতো গ্রসো দো সুল রাজ্যের পাইয়েলিতো কুয়ে গ্রামে অভিযান, নভেম্বর ২০১২।Foto di Percurso da Cultura su Flickr (Licenza Creative Commons).
10ছবি, ফ্লিকারে পারকার্সো দা কালচুরা (সিসি বাই-এসএ ২. ০) গুয়ারানি-কাইওয়া উপজাতির ৫০জন পুরুষ, ৫০জন নারী এবং ৭০জন শিশু ক্যাম্বারা ইগুয়াতেমি-এমএসের খামারে ২হেক্টর (দু'টি ফুটবল মাঠের সমান [প্রায় ১৫বিঘা]) জমিতে সীমাবদ্ধ হয়ে থাকতে পারবে।I 50 uomini, le 50 donne e i 70 bambini della tribù Guarani-Kaiowá potranno rimanere nella fattoria Cambará a Iguatemi-MS, dove dispongono di un territorio di due ettari (l'equivalente di due campi da calcio).
11সিদ্ধান্তটি ফুনাই কর্তৃক চূড়ান্তভাবে আদিবাসী অঞ্চল চিহ্নিতকরণ এবং সীমানা নির্ধারণ পর্যন্ত বলবৎ থাকবে।La decisione sarà valida fino a quando il FUNAI avrà concluso l'identificazione e la demarcazione definitiva del territorio indigeno.
12সমাধানটি অনিশ্চিত, (জমির) মালিকের সঙ্গে সম্পর্ক ক্রমেই উত্তেজনাকর এবং বিপজ্জনক হতে থাকবে।La soluzione al momento è precaria, date anche le pessime relazioni con il proprietario.
13আদিবাসী জনগণের অভিযোগ অনুসারে, ২৪শে অক্টোবর তারিখ বুধবারে পাইয়েলিতো কেউ এলাকার একটি খামারে আট পুরুষ একজন আদিবাসী মহিলার যৌন হয়রানি করেছে [পর্তুগীজ ভাষায়].Secondo la denuncia presentata dagli indigeni mercoledì 24 ottobre una ragazza indigena di Pyelito Kue è stata violentata da otto uomini in una fattoria.
14বিচার মন্ত্রণালয় অঞ্চলটিতে শৃংখলা বজায় রাখার জন্যে জাতীয় বাহিনীর নতুন একটি দল পাঠিয়েছে।Il Ministero della giustizia ha inviato un nuovo effettivo dell'esercito nazionale per mantenere l'ordine nella zona.
15অ্যাটর্নি জেনারেল মার্কো আন্টোনিও দেলফিনো দে আলমেইদার [পর্তুগীজ ভাষায়] দিক থেকে সামাজিক নেটওয়ার্কগুলোতে সংহতিটি সফল ছিল:Secondo il pubblico ministero Marco Antonio Delfino de Almeida la mobilitazione dei social network ha avuto successo:
16সামাজিক নেটওয়ার্কগুলোর সংহতিটি এই ফলাফল অর্জন নিশ্চিত করেছে।la mobilitazione dei social network è stata fondamentale per il raggiungimento di questo risultato.
17এটি আদিবাসী অধিকারের প্রতি সরকারের একটি বিরল প্রতিক্রিয়াকে উস্কে দিয়েছে।Ha provocato una reazione fin'ora mai vista da parte del governo su questioni riguardanti i diritti degli indigeni.
18গুয়ারানি-কাইওয়া শিক্ষক এবং নেতাদের সভা, নভেম্বর ২০১২।Incontro tra professori e leader GuaranI Kaiowá, Novembre 2012.
19ছবি, ফ্লিকারে পারকার্সো দা কালচুরা (সিসি বাই-এসএ ২.Foto di percursodacultura su Flickr (Licenza Creative Commons)
20০) গুয়ারানি-কাইওয়া নেতৃবৃন্দ জাতিগত গোষ্ঠীর উপর চালানো গণহত্যার নিন্দা জানিয়ে ঘোষণাগুলো স্মরণ করলেও এই সিদ্ধান্তে আসে যে শুধুমাত্র জমির সীমানা নির্ধারণ করে অঞ্চলটির (আদিবাসী) ইন্ডিয়ান এবং উৎপাদকদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা যাবে না।I leader Guarani-Kaiowá, denunciando il genocidio perpetrato contro la loro etnia [it], hanno fatto riferimento alla notizia, sottolineando però che solamente la demarcazione delle terre [it] porrà fine al conflitto con i produttori agricoli della zona.
21তারা গুয়ারানি-কাইওয়াদের সংহতি নেটওয়ার্ক জোরদারের আহবান জানিয়েছে।Vogliono anche cercare di aumentare la rete di solidarietà creatasi attorno ai Guarani-Kaiowá.
22সংগ্রাম শুধুমাত্র উচ্ছেদের বিরুদ্ধে নয়, বরং আদিবাসীদের জমির সুস্পষ্ট সীমানা চিহ্নিতকরণের জন্যে।La lotta non è solamente contro gli sgomberi ma sopratutto per la demarcazione definitiva delle terre indigene.
23গুয়ারানি-কাইওয়া নেতা লাদিও ভেরন কার্তা মেয়র সাইটে ২৮শে অক্টোবর তারিখে প্রকাশিত একটি সাক্ষাৎকারে [পর্তুগীজ ভাষায়] জটিলতাগুলো ব্যাখ্যা করেছেন:Ladio Veron, leader Guarani-Kaiowá, racconta le sue difficoltà sul sito del giornale Carta Maior, in un'intervista pubblicata il 28 di ottobre:
24মাতো গ্রসো দো সুল রাজ্যে ৪৩,০০০ গুয়ারানি-কাইওয়া তাদের আদি জমি - যাকে তারা “টেকোহা” বলে - ফেরত দাবি করছে।Nello stato del Mato Grosso do Sul, 43.000 índigeni Guarani-Kaiowás esigono di poter far ritorno alle loro terre originarie che chiamano “tekoha”.
25তারা বেশিরভাগ বৈধ সংরক্ষিত অঞ্চল এবং শিবিরগুলো ছেড়ে দিতে চায়।Vogliono poter lasciare la riserva ed installarsi negli accampamenti, che sono quasi tutti legali.
26ইন্ডিয়ানদের দখল করা এলাকায় রাস্তার পাশে অথবা খামারের মধ্যে সীমাবদ্ধ ৩০টিরও বেশি গুয়ারানি-কাইওয়া শিবির রয়েছে।Oggi esistono più di 30 accampamenti Guarani-Kaiowá confinati sulle strade o dentro le fattorie nelle aree che gli indigeni hanno occupato.
27সংগ্রাম করে অনেক কমিউনিটি নেতা হারানো আদিবাসীদের প্রবল চাপে ফেরত নেয়া এবং নিয়মিত করা আরো ২০টিরও বেশি এলাকার সঙ্গে এটা যোগ করুন।A questo vanno aggiunte le più di 20 aree che sono state recuperate e regolarizzate grazie alla forte pressione dei nativi, che hanno perso molti leader, morti durante la lotta.
28তবে, এইসব এলাকার সংখ্যা খুবই সীমিত।Nel frattempo, in tutte queste zone vige un alto controllo militare.
29ইপয় গ্রাম।Villaggio di Ypoi.
30ছবি, ফ্লিকারে পারকার্সো দা কালচুরা (সিসি বাই-এসএ ২.Foto di Percurso da Cultura su Flickr (Licenza Creative Commons)
31০) ২০১২ সালের মার্চে ফুনাই প্রকাশিত একটি কারিগরী নোটে [পর্তুগীজ ভাষায়, পিডিএফ] সিদ্ধান্ত টানা হয় যে পাইয়েলিতো কুয়ে এবং ম্বারাকে'র আদিবাসীদের পুনর্দখলকৃত অঞ্চলটি পূর্বপুরুষের কাল থেকে জাতিগত গোষ্ঠী গুয়ারানি এবং কাইওয়াদের অধিকৃত ছিল।Una nota tecnica del FUNAI pubblicata nel marzo del 2012 [pdf] sostiene che il territorio rivendicato dagli indigeni di Pyelito Kue e Mbarakay è occupato da sempre dalle etnie Guarani e Kaiowá.
32১৯১৫ সালে প্রথম আদিবাসী ভূমি প্রতিষ্ঠা এবং প্রধানতঃ ৭০-এর এবং ৮০-এর দশক থেকে বিভিন্ন জাতিগত গোষ্ঠীকে বন্দী এবং পুণর্গঠনের মাধ্যমে নিরাপত্তাহীনতা এবং সামাজিক ও সাংস্কৃতিক মূলোৎপাটনের পাশাপাশি কৃষিজমির মালিকদের পক্ষে (প্রধানতঃ ইক্ষু এবং সয়া উৎপাদন বাড়ানোর জন্যে) ইন্ডিয়ানদের তাড়িয়ে দেয়া বৃদ্ধি পায়।Dal 1915, quando venne istituita la prima zona indigena, e sopratutto dagli anni '70 e '80 del secolo scorso, si sono intensificati gli episodi di espulsione di indigeni in favore dei proprietari agricoli (con l'obiettivo principale di aumentare le produzioni di zucchero di canna e di soia), a cui si vanno ad aggiungere gli episodi di segregazione e raggruppamento con altri gruppi etnici, fenomeni che hanno provocato un forte senso di insicurezza e di sradicamento culturale e sociale.
33গুয়ারানি এবং কাইওয়াদের সঙ্গে সংহতির আন্তর্জাতিক কমিটির সাইট এই অঞ্চলটিতে ইক্ষু উৎপাদনের অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি নির্দেশ করেছে [পর্তুগীজ ভাষায়]:Il sito del Comitato internazionale di solidarietà con il popolo Guarani e Kaiowá sottolinea il potere economico che in questa regione riveste la produzione di canna da zucchero:
34“আজকে যে ইক্ষু রোপণ করে ইথানল হিসেবে তোলা হচ্ছে, সেটা ইতোমধ্যে আদিবাসী গুয়ারানি-কাইওয়াদের রক্তে মিশে গিয়েছে,” বলেছেন গোত্রপ্রধান।La canna da zucchero che oggi viene piantata in quella zona e raccolta come etanolo, è mista a sangue indigeno Guarani Kaiowá”, ha detto il cacique.
35সাবেক রাস্ট্রপতি লুলা এবং সাবেক মার্কিন রাস্ট্রপতি জর্জ বুশ জৈব-জ্বালানী উৎপাদনের চুক্তি করার পর থেকে অঞ্চলটির কৃষিব্যবসায় একটা মোড় নিয়েছে।Il peso dell' agroindustria ha subito un'impennata dopo l'accordo fatto tra l'ex presidente brasiliano Lula e l' ex-presidente degli Stati Uniti George Bush rispetto alla produzione di biocombustibili
36পারানা এবং ইউনিব্রাজিল ফেডারেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপিকা লারিসা রামিনা কার্তা মেয়রে [পর্তুগীজ ভাষায়] আগে থেকেই সাবধান করা করুণ পরিণতিটি ব্যাখ্যা করেছেন:Un articolo di Larissa Ramina, docente di diritto internazionale della UFPR e di UniBrasil, illustra la tragedia annunciata sul sito Carta Maior:
37দেশের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী গুয়ারানি-কাইওয়াদের অবস্থা সবচেয়ে মারাত্মক বলে মনে করা হয়।La situazione dei Guarani-Kaiowá, il secondo gruppo più numeroso del paese, è considerata la più grave.
38দুয়ারাদো'দের মতো সংরক্ষিত অঞ্চলের মধ্যে বন্দী থেকে তারা মানবিক বিপর্যয়কর একটি পরিস্থিতির মধ্যে পড়েছে: শিশুদের অপুষ্টি এবং মদ্যপান ছাড়াও নরহত্যার হার ইরাকের মত একটি যুদ্ধক্ষেত্রের চেয়ে অনেক বেশি।Sono relegati in riserve come quella di Dourados, si trovano in una situazione che possiamo definire di catastrofe umanitaria: oltre alla denutrizione infantile e l'alcolismo, gli indici di omicidio sono più alti di quelli delle zone di guerra come l'Iraq.
39উইকিলিকসের ফাঁস করা ২০০৯ সালের একটি কূটনৈতিক তারবার্তা কয়েক দশক ধরে গুয়ারানি-কাইওয়াদের উৎপাদনকারীদের চাষ করা জমির দাবির প্রতি কর্তৃপক্ষসমূহের অবজ্ঞাকে উন্মোচন করেছে।Un comunicato diplomatico del 2009, trapelato da Wikileaks, mostra il disprezzo delle autorità del Mato Grosso do Sul di fronte alle domande dei Guarani Kaiowá per le terre coltivate dai produttori da decenni.
40ফৌজদারী মামলার ক্ষেত্রে নাগরিক এবং কমিউনিটির স্বার্থের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় জন মন্ত্রণালয় [পর্তুগীজ ভাষায়] (ব্রাজিলে ক্ষমতার “চতুর্থ” শাখা) বলেছে:Sul sito del Ministero Pubblico Federale una istituzione federale con lo scopo di rappresentare gli interessi dei cittadini e delle comunità durante i processi penali (che in Brasile rappresenta il quarto potere), si legge:
41মামলার মাধ্যমে আলোচনাটি এলাকাটির প্রথাগত দখল থেকে দূরে সরিয়ে নেয়াটা বিভিন্ন সময়ে তিনটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক পর্যায়ে আদিবাসীদের বিরুদ্ধে সংঘটিত ঘোর অন্যায়কে বাঁচিয়ে রাখার নামান্তর।Non affrontare la discussione sull'occupazione tradizionale della zona contesa significa perpetuare la flagrante ingiustizia commessa contro gli indigeni in tre distinte fasi succedutesi nel tempo.
42একবার যখন তাদের জমি করায়ত্ত করা হয়; আরেকবার যখন রাস্ট্র তাদের বন্দোবস্ত না করে বা বন্দোবস্ত করতে বিলম্ব করে অথবা তাদের এলাকার সীমানা সম্পর্কে ভ্রান্ত পর্যালোচনা করে, এবং যখন রাস্ট্রের বিচারক তাদেরকে রাস্ট্রটির সহজাত নিষ্ক্রিয়তার মতো বিষয়কে কাজে লাগিয়ে তাদের পৈতৃক অধিকার আরোপ বা প্রদর্শনে বাধা দেয়।La prima quando gli è stata usurpata la terra, la seconda quando lo stato non ha fornito o ha tardato nel farlo o ha compiuto in modo insufficente la revisione dei confini della loro zona e la terza quando lo stato giudice gli ha impedito di invocare e dimostrare il loro diritto ancestrale sulle loro terre, avvalendosi dell'inerzia dello stato stesso
43৩১শে অক্টোবর তারিখে ওয়ার্কার্স পার্টির (পিটি) নেতা এবং মাতো গ্রসো দো সুল বিধানসভার রাজ্য ডেপুটি (সাংসদ) পেড্রো কেম্প নিশ্চিত করেছেন [পর্তুগীজ ভাষায়] যে:Il deputato Pedro Kemp, leader del PT, ha affermato nel Parlamento del Mato Grosso do Sul: Sviluppo non significa solo produrre buoi, miglio e soia ma anche rispettare il popolo, il diritto e la cittadinanza.
44উন্নয়ন মানে শুধু গবাদি পশু, ভূট্টা এবং সয়া উৎপাদন নয়, জনগণ, অধিকার এবং নাগরিকত্বের প্রতি সম্মান দেখানোও বটে।Lo sviluppo deve essere anche economico e sociale e includere la garanzia di diritti per tutti Il villaggio di Ypoi.
45উন্নয়ন হতে হবে সবার অধিকারসহ অর্থনৈতিক ও সামাজিক।Foto di Percurso da Cultura su Flickr (Licenza Creative Commons)
46সংহতিস্বরূপ তৈরী করা একটি ফেসবুক গোষ্ঠীর [ফরাসী ভাষায়] মাধ্যমে (আদিবাসী) ইন্ডিয়ানরা ফরাসি ভাষায় ধন্যবাদ পাঠিয়েছে:Infine, i nativi hanno inviato i loro ringraziamenti attraverso un gruppo di Facebook [fr] creato in appoggio alla loro causa:
47আমরা - গুয়ারানি-কাইওয়া এবং জীবিত, যারা সত্যি সত্যিই বেঁচে থাকতে চাই - এই সহজ বার্তাটির মাধ্যমে যারা [ফেসবুকে] তাদের নামের সঙ্গে গুয়ারানি-কাইওয়া যোগ করেছেন তাদের কাছে প্রকাশ্যে আমাদের অপরিমেয় কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।Noi, Guarani Kaiowá, noi sopravvissuti che veramente vogliano sopravvivere, vorremmo con questo semplice messaggio esprimere pubblicamente la nostra immensa gratitudine a tutte e tutti coloro che su Facebook aggiungeranno al loro nome il titolo Guarani e Kaiowá.
48আপনারা যেমন জানেন (শুধু) গুয়ারানি এবং কাইওয়া একাকী হলে নির্মূল হয়ে যেতে পারে। তবে আমরা নিশ্চিত যে সত্যিকারের মানব সংহতি এবং আপনাদের সমস্ত সমর্থন নিয়ে আমরা আমাদের জীবনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা থেকে রক্ষা পেতে এবং বিশেষ করে, আমাদের জনগণের বিলুপ্তি এড়াতে পারি।Come sanno tutti noi siamo minacciati di sterminio ma continuiamo a credere che grazie alla solidarietà degli altri uomini ed il vostro appoggio possiamo salvarci dalle varie forme di violenza a cui siamo sottoposti, specialmente dal pericolo di estinzione.
49আমাদের জীবনের প্রতি এই ভালবাসার প্রকাশের জন্যে ধন্যবাদ। আমরা আরো একটু শান্তি অনুভব করি এবং সত্যিকারের ন্যায়বিচার প্রত্যাশা করি।Grazie al vostro gesto di amore nei nostri confronti, proviamo pace e speranza in una vera giustizia.
50আমরা বুঝি যে প্রতিবেশীদের প্রতি অকৃত্রিম ভালবাসা তাড়িত নাগরিক রয়েছেন এবং যে ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় এই বিচারের দাবি উঠেছে।Siamo sicuri che esistono cittadini mossi da un vero sentimento di amore per il prossimo, con sete di giustizia.
51সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই।Non abbiamo parole per ringraziarvi tutti.
52আমরা শুধু বলবো জাভি'য়া পোরা, আপনার অন্তরে শান্তি বিরাজ করুক।Possiamo solo dire JAVY'A PORÃ, che la pace sia con voi.
53আপনাকে অনেক ধন্যবাদ।Grazie di cuore.