Sentence alignment for gv-ben-20120509-26238.xml (html) - gv-ita-20120508-59075.xml (html)

#benita
1কিউবা: (সংবাদমাধ্যমের) স্বাধীনতা কোথায়?Cuba: quale libertà (di stampa)?
2আজ (৩রা মে) বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস - তবে ক্যারিবীয় ব্লগমণ্ডলে শুধুমাত্র কিউবার কিছু মুষ্টিমেয় প্রবাসী ব্লগার এ বিষয়ে কথা বলছেন।Il 3 maggio si celebra la Giornata Mondiale per la Libertà di Stampa [en]. Nella blogosfera caraibica, tuttavia, gli unici a parlarne sono alcuni blogger cubani che non vivono sull'isola.
3দিনটি সম্পর্কে কিউবার নির্বাসিতদের নোট থেকে দিনটির কিছুটা পটভূমি জানা যায়। এতে ব্যাখ্যা করা হয়েছে:Il blog Notes from Cuban Exile Quarter [en] fornisce alcune informazioni di carattere storico su questa giornata, spiegando:
4সরকারগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৯তম ধারার অধীনে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সম্মান করা এবং সমুন্নত রাখার বিষয়ে তাদের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিতে জাতিসংঘ ২০শে ডিসেম্বর, ১৯৯৩ তারিখে ৩রা মে'কে বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস ঘোষণা করেছে।Il 20 dicembre 1993 [en], le Nazioni Unite [it] hanno dichiarato il 3 maggio come Giornata Mondiale della Libertà di Stampa per sensibilizzare le coscienze sull'importanza di una stampa libera e per ricordare ai governi il loro obbligo di rispettare e sviluppare il diritto alla libertà di espressione, riconosciuto dall'Articolo 19 [it] della Dichiarazione Universale dei Diritti dell'Uomo [it].
5“একটি স্বাধীন এবং বহুমাত্রিক আফ্রিকীয় সংবাদমাধ্যম চালু” বিষয়ক একটি ইউনেস্কো সেমিনারে আফ্রিকান সাংবাদিকদের সম্মত মুক্ত সংবাদমাধ্যম নীতিমালা উইন্ডহোয়েক ঘোষণার বার্ষিকী পালন করতে ৩রা মে তারিখটিকে বেছে নেয়া হয়েছে; পরবর্তীতে ইউনেস্কো সাধারণ সম্মেলন এটিকে সমর্থন করে।La data del 3 maggio è stata scelta per ricordare l'anniversario della Dichiarazione di Windhoek [en], una dichiarazione contenente princìpi di stampa libera concordata da giornalisti africani durante un seminario UNESCO [en], “Promuovere una stampa africana indipendente e pluralista” [en], tenuto a Windhoek, in Namibia, dal 29 aprile al 3 maggio 1991.
6কিউবান-মার্কিন নারী জোট সাংবাদিক সুরক্ষা কমিটির এই প্রতিবেদনটির জন্যে তাদের ব্লগে একটি সংযোগ পোস্ট করেছে যেখানে কিউবাকে সবচেয়ে বেশি সেন্সরকারী দেশ হিসেবে তালিকাবদ্ধ করেছে।Tale dichiarazione è stata poi approvata dalla Conferenza Generale dell'UNESCO [it]. La Coalizione delle Donne cubano-americane [en] ha pubblicato, sul suo blog, un link a questo report [en] del Comitato per la Protezione dei Giornalisti, che indica Cuba come uno dei Paesi più censurati.
7পরবর্তী একটি পোস্টে এটি কিউবা্র ব্লগার এবং স্বাধীন সাংবাদিক লুই ফেলিপে রোহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যাকে এমনেস্টি ইন্টারন্যাশনালের একটি নিবন্ধে উপস্থাপন করা হয়েছে।In un post successivo [en], inoltre, si richiama l'attenzione sui blogger cubani e sul giornalista indipendente Luis Felipe Rojas, presentato in un articolo di Amnesty International [en].
8কিউবার নির্বাসিতদের নোট সাংবাদিক সুরক্ষা কমিটির প্রতিবেদনটিও আমলে নেয় এবং বলেছে:Anche Notes from the Cuban Exile Quarter presta attenzione al report [en] del Comitato per la Protezione dei Giornalisti, affermando:
9কিউবার একনায়কতন্ত্রের অবস্থান নবম স্থানে হলেও চারটি নিকৃষ্টের (যেমন পাওয়া গিয়েছে) তিনটিই ক্যাস্ত্রো ভাইদের ঘনিষ্ঠ মিত্র।La dittatura cubana si trova al nono posto, ma almeno tre degli ultimi quattro Paesi peggiori (sic) sono stretti alleati dei fratelli Castro.
10এদিকে বাবালু বলেছেন যে:babalu [en], intanto, afferma che:
11কিউবার স্বাধীন সংবাদ সংস্থা সিআইএইচপ্রেস এপ্রিল মাসে কিউবাতে ৩৪০টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার নথিবদ্ধ করেছে।L'agenzia di stampa indipendente CIHPRESS ha documentato 340 arresti politicamente motivati a Cuba nel corso del mese di aprile.
12এর ফলে এই বছরে এজেন্সিটির নথিভুক্ত সর্বমোট রাজনৈতিক গ্রেপ্তারের সংখ্যা ১,৯১৫টিতে দাঁড়িয়েছে।Questo porta a 1915 il numero totale degli arresti politici sull'isola documentati quest'anno dall'agenzia.
13বর্তমান এই গতিতে ক্যাস্ত্রো একনায়কতন্ত্র বছর শেষে প্রায় ৬,০০০ গ্রেপ্তার করতে পারে, যা ২০১১ সালের গ্রেপ্তার সংখ্যার প্রায় দ্বিগুণ।Stando a questi ritmi, entro la fine dell'anno la dittatura castrista avrà compiuto quasi 6000 arresti, quasi il doppio degli arresti effettuati nel 2011.
14নির্বাসিতদের নোট “বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের স্বাস্থ্যপান”-এ কারারুদ্ধ সকল সাংবাদিকদের সম্মানার্থে একটি ভিডিও পোস্ট করে কিউবার কিছু বিবেকের বন্দী সম্পর্কে ব্লগে লিখেছে:E in un “brindisi alla libertà durante la Giornata per la Libertà di Stampa”, Notes from the Exile Quarter pubblica un video in onore di tutti i giornalisti imprigionati, e scrive a proposito di alcuni prigionieri di coscienza cubani:
15স্বাধীনতার উদ্দেশ্যে স্বাস্থ্যপান করতে গিয়ে দু'জন পর্তুগীজ ছাত্র সাত বছর কারারুদ্ধ থাকার কারণে পঞ্চাশ বছর আগে ২৮শে মে, ১৯৬১ তারিখে এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত হয়েছিল।Cinquanta anni fa [it], il 28 marzo 1961, viene fondata Amnesty International, dopo che due studenti portoghesi sono stati imprigionati per sette anni per aver brindato alla libertà [en].
16আজ কিউবাতে স্বাধীনতার পক্ষে কথা বলা এবং মিছিল করার কারণে পুরুষ এবং নারীদের আটকে রাখা হয়।Oggi, gli uomini e le donne di Cuba vengono messi in carcere per aver parlato della libertà e aver sfilato per essa.
17মৌলিক অধিকার চর্চার চেষ্টা করার অপরাধে সাংবাদিকদের হয়রানি, আটক এবং কারারুদ্ধ করা হয়।I giornalisti vengono perseguitati, fermati e imprigionati per aver tentato di esercitare il loro diritto fondamentale al libero pensiero.
18তাদের একজন হলেন লুইস ফেলিপে রোহাস।Uno di loro è Luis Felipe Rojas [en].
19অন্যদের পাওয়া যায় ‘হাবলমোস সংবাদমাধ্যম' তথ্য কেন্দ্রে।Altri nomi si possono trovare nel Centro Informazioni “Hablemos Press”[en].
20তাদের শ্রদ্ধা জানিয়ে এই বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে এটা… তাদের জন্যে উৎসর্গীকৃত: স্বাধীনতার উদ্দেশ্যে একটি স্বাস্থ্যপান।Per la Giornata Mondiale della Libertà di Stampa, dedichiamo in loro onore…un Brindisi alla Libertà.