# | ben | ita |
---|
1 | আফঘানিস্তান: রাজনৈতিক যান্ত্রিকতা | Afghanistan: macchinazioni politiche |
2 | আফঘানিস্তানের তথাকথিত ‘ধর্ষণ আইন' একদিকে যেমন পশ্চিমা প্রেসকে সরব করেছে, অভ্যন্তরীণভাবেও এই ব্যাপারে অনেক বিতর্ক আছে। | Mentre la cosiddetta “legge dello stupro” afghana ha richiamato molto l'attenzione della stampa occidentale, il dibattito è acceso anche a livello locale. |
3 | মূলধারার মিডিয়া প্রশংসনীয়ভাবে মহিলাদের মিছিল দেখিয়েছে, কিন্তু জাতিগত সংঘাতের ব্যাপারও চিন্তা করতে হচ্ছে। রেগিস্তান. | Le manifestazioni delle donne sono state ben riportate dai media tradizionali, ma vanno considerate anche delle questioni settarie. |
4 | নেট ইতিমধ্যে এইসব সমস্যা কিছুটা তুলে ধরেছিল- বিশেষ করে, নারীদের অধিকারকে খর্ব করে যে আইন তা আসলে ধর্মীয় সংখ্যালঘু, শিয়াদের উদ্দেশ্যে করা। কিন্তু হাজারিস্থান টাইমস অনুসারে সমস্যা গুরুতর, যার ফলে সংসদের হাজারা সদস্যদের নিয়ে একটা কনফারেন্স ডাকা হচ্ছে। | Registan.net ha già sottolineato [in] alcuni di questi problemi - per esempio, il fatto che la legge che limita i diritti delle donne riguarda una minoranza religiosa [in], la Shia - ma il problema è abbastanza serio, secondo l'Hazaristan Times, da richiedere una riunione ad alto livello [in] con i membri Hazara del Parlamento. |
5 | হাজারারা হচ্ছে শিয়া সংখ্যালঘুদের মধ্যে সব থেকে বেশী সংখ্যায় আছে আফঘানিস্থানে। | Gli Hazara sono la minoranza Shia più numerosa in Afghanistan. |
6 | তাদের মন্তব্যের লক্ষ্য ছিল শেখ আসিফ মোহসিনি কান্ধারী, একজন ধর্মীয় নেতা যার ইরানের সাথে সংশ্লিষ্টতা আছে বলে তারা দাবি করে: | I loro commenti sono diretti allo sceicco Asif Mohsini Kandhari, religioso da loro accusato di avere legami con l'Iran: |
7 | একদল হাজারা সাংসদ শেখ আসিফ মোহসিনি কান্ধারীকে সমালোচনা করে, বলেছেন যে পরিবার আইনকে সংশোধন করা দরকার এবং উচিত। | Un gruppo di deputati Hazara, criticando lo sceicco Asif Mohsini Kandhari, sostiene che la Legge della Famiglia può e deve essere emendata. |
8 | শুক্রবার কাবুলে একটা প্রেস কনফারেন্সে কথা বলার সময়ে, কিছু হাজারা সাংসদ বলেছেন যে একজন মোল্লাহ স্থির করতে পারেন না যে আইন কি হবে। | Dopo aver convocato una conferenza stampa a Kabul venerdì, alcuni deputati Hazara hanno dichirato che un Mullah non può decidere su come dev'essere una legge. |
9 | আফঘানিস্থানের রাজনৈতিক অঙ্গনে এটা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় না। | Tuttavia questo non è l'unica questione in ballo nella scena politica afghana. |
10 | আগাস্টের নির্বাচন যতো কাছে আসছে, চারিদিকে গুজব রটছে যে কে প্রেসিডেন্ট হামিদ কারজাই এর জন্য বাস্তবসম্মত চ্যালেঞ্জ হতে পারে। | Con l'avvicinarsi delle elezioni di agosto, crescono le speculazioni su chi possa sfidare davvero il Presidente Hamid Karzai. |
11 | আমেরিকার বিশ্লেষকরা একমত যে বিরোধীরা বেশী বিভক্ত কারজাইএর পুনর্নিবাচিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবার জন্য, কিন্তু জেংনামেহ তর্ক করেছেন যে এটা পরিকল্পিত: তিনি তর্ক করেছেন যে পশ্চিমা দেশগুলো একজন পশতুন- কেন্দ্রিক মডেল বাছাই করেছে। | Il consenso tra gli analisti americani sembra indicare che l'opposizione è troppo frammentata per costituire una minaccia alla rielezione di Karzai, ma Jengnameh afferma che è tutto programmato [in]: l'occidente ha scelto, sostiene, un modello Pashtun-centrico. |
12 | ২০০১ থেকে কারজাই আর তাকে ঘিরে থাকা পশতুন গোত্রীয়- জাতীয়তাবাদী, ‘মৌলিক”, “চরমপন্থী” বা ”যুদ্ধবাজ” নাম ব্যবহার করেছে পশতুন না এমন লোকদেরকে সরকার থেকে বাদ দেওয়ার জন্য। | Dal 2001 Karzai e i Pashtun etno-nazionalisti che lo circondano hanno usato etichette come “radicali”, “estremisti” o “signori della guerra” per escludere i non-Pashtun dal governo… |
13 | তাই জন্য হিজাব-এ- ওয়াদাত আর জুনবিশ- এ- মিল্লির মধ্যে সম্ভাব্য জোটের খবর এতো গুরুত্বপূর্ণ: এটি বেশ বড় জোট তৈরি করতে পারে কারজাইএর মূলত পশতুন সমর্থকদের ভোটে পরাজিত করতে। | Ecco perché la notizia di una possibile alleanza [in] tra Hizb-e Wahdat e Junbish-e Milli è significativa: potrebbe rappresentare un blocco abbastanza vasto da escludere la maggior parte dei sostenitori Pashtun di Karzai. |
14 | শনিবার কাবুলে একটা প্রেস কনফারেন্সে, দুই দলের ১৮জন নেতা বলেন যে তারা পরের সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন তাদের সমর্থন কোন প্রার্থীর জন্য। | In una conferenza stampa tenuta sabato a Kabul, 18 leader di entrambi i partiti hanno annunciato per la prossima settimana l'allenza a sostegno di un candidato. |
15 | হিজাব-এ-ওয়াদাতের প্রধান, হাজি মোহাম্মাদ মুহাকিক বলেছেন, ”পারষ্পরিক বৃহৎ সমঝোতা আর সহযোগিতার ভিত্তিতে, দুই দল একত্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” | Il capo di Hizb e Wahdat, Haji Muhammad Muhaqiq, ha detto che “in base a un'ampia e reciproca conoscenza e cooperazione, entrambi i partiti hanno deciso di procedere uniti.” |
16 | দুই দলের কারো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজ নিজ দল থেকে প্রার্থী থাকবে না, কিন্তু সম্মিলিতভাবে কোন এক প্রার্থীকে সমর্থন করবে। | Nessuno dei due partiti avrà un candidato presidenziale proveniente dalle proprie fila, ma sosterranne un unico candidato. |
17 | এখানে বলা যায় যে জুনবিশের নেতা, জেনারেল দোস্তুম তুরষ্কে আছেন বিগত কয়েক মাস ধরে। | Va ricordato che il leader dei Junbish, il generale Dostum, è in Turchia da un paio di mesi. |
18 | বলা হচ্ছে তিনি স্ব-নির্বাসনে আছেন। | Si dice che sia in auto esilio. |
19 | উপরের ব্যাপারের সাথে সম্পৃক্ত হতে, ওয়াদাত আসলে একটা শিয়া হাজারি দল আর গৃহযুদ্ধের সময়ে মুজাহিদিন দল ছিল যারা প্রথমে সোভিয়েতদের আর পরে তালিবানদের প্রতিরোধ করেছিল। | Rispetto a quanto sopra, Wandat è un partito a maggioranza Shia, e durante la guerra civile era un gruppo di mujahideen che ha opposto resistenza prima ai sovietici e poi ai Taliban. |
20 | আফগানিস্থানের সামনে যে সব রাজনৈতিক বিষয় আছে তাতে মনে হয় যে নির্বাচন কাছে আসার সাথে সাথে এগুলো বাড়বে: এমনকি সরকারী কর্মকর্তা, যারা আগে আমেরিকান নীতি নিয়ে প্রশ্ন করতে দ্বিধান্বিত ছিলেন, এখন মিলিটারী প্রচারণা ‘ঠিক” করার নতুন পরিকল্পনা নিয়ে তাদের অসন্তোষের কথা জনসম্মুখে বলেন। | Le questioni politiche che l'Afghanistan deve affrontare sembrano intensificarsi con l'avvicinarsi delle elezioni: anche i funzionari governativi, prima erano esitanti a mettere in dubbio le politiche americane, hanno iniziato a dimostrare pubblicamente il proprio malcontento [in] riguardo i nuovi progetti per “preparare” la campagna militare. |
21 | এটা কি করে জাতীয় আর স্থানীয় পর্যায়ে কাজ করবে তা পরিষ্কার না। | Non sono chiari lgi effetti di tali progetti sul piano nazionale e locale. |
22 | কিন্তু এটা নিরাপদ বাজী যে আগস্টের ২০ তারিখ এগিয়ে আসলে এইসব বিতর্ক আরো জোরালো হবে। | Ma è facile scommettere che il dibattito si farà sempre più animato con l'avvicinarsi del 20 agosto. |