# | ben | ita |
---|
1 | তাইওয়ান: উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে | Taiwan: le case-ufo saranno demolite… |
2 | ছবি: আভান্তের সৌজন্যে | Foto per gentile concessione di avant. |
3 | আভান্ত রিপোর্ট করছেন যে তাইওয়ানের তাইপের জনপ্রিয় উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে। | avant [cin] riferisce del progetto per l'abbattimento delle famose case a forma di dischi volanti nella Contea di Taipei, a Taiwan. |
4 | তাইপে কাউন্টির সানচিহ অঞ্চলের উড়ন্ত সসার বাড়ীগুলোতে প্রায় ত্রিশ বছর ধরে কেউ বাস করে না। | Le case-ufo di Sanchih (Contea di Taipei) sono abbandonate da oltre trent'anni. |
5 | সংবাদপত্রে দুমাস আগে তাদের নিয়ে লেখা হয়েছিল। | Un giornale ne ha parlato due mesi fa. |
6 | সেখানে রিপোর্ট করা হয়েছিল যে এই পরিত্যক্ত বাড়ীগুলোর মালিক এবং ঋণদাতা ব্যান্কগুলোর মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। | L'articolo diceva che il proprietario del villaggio disabitato e la banca creditrice avevano raggiunto un nuovo accordo. |
7 | তাইপে স্থানীয় সরকার এই উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলে এখানে নতুন রিসোর্ট এবং কাছাকাছি সৈকতের সাথে যুক্ত করে সৈকতের পাশের বিনোদন পার্ক বানাবে। | L'amministrazione di Taipei demolirà le case a forma di dischi volanti per costruirvi un nuovo complesso turistico litoraneo, inclusa una spiaggia nelle vicinanze. |
8 | লিন হচ্ছে তেমন কিছু লোকের মধ্যে একজন যারা এই কৌতহলউদ্দীপক এবং আলাদা এই বাড়ীগুলো নিয়ে অভিভূত: | Lynn è tra quanti sono stati letteralmente conquistati da queste abitazioni così particolari e interessanti. |
9 | এটা খুবই সুন্দর। | È stupendo. |
10 | আমি এর ছবি দেখে যারপরনাই আনন্দিত। | Sono incantata da questa foto. |
11 | প্রথমত: আমার কাছে এর স্থাপত্যশৈলী ভাল লাগে কারন এগুলো অন্য কোন বাড়ীর মত নয়। | Innanzitutto mi piace l'originalità dell'architettura. |
12 | আমার মনে হয় তোমরা আমাকে ক্ষমা করবে এই উক্তির জন্যে, কিন্তু আমি ছেলেবেলায় বড় হয়েছি অস্ট্রেলিয়ায়, আমি জেটসন্স নামের একটি আমেরিকান কার্টুন দেখে বড় হয়েছি। | Spero mi perdonerete se parlo della mia infanzia, ma da bambina, in Australia, guardavo sempre un cartone animato americano intitolato I Pronipoti. |
13 | সেটি ভবিষ্যৎ কাল নিয়ে কল্পনাপ্রবণ একটি কার্টুন ছিল এবং এই বিল্ডিংগুলো ১৯৬০ এর দশকে আমরা একবিংশ শতাব্দী সম্পর্কে কি ধারণা রাখতাম তার কথাই মনে করায়। | Erano storie ambientate nel futuro e queste costruzioni me lo ricordano; negli anni '60 si immaginava così la vita nel XXI secolo. |
14 | দ্বিতীয়ত: এই ছবিটি খুবই অপূর্ব। | Secondo, è una foto bellissima. |
15 | এর রংগুলো খুবই মসৃন এবং যেন একটি শক্তি বহন করে। | Tinte delicate che tuttavia trasmettono grande energia. |
16 | এর প্রতিচ্ছবি রঙের এক দ্যোতনা সৃষ্টি করে। | L'immagine riflessa rafforza i colori. |
17 | আমি বিশ্বাস করতে পারছিনা কেন এগুলোকে ফেলে রাখা হয়েছিল। | Non posso credere che tutto ciò sia abbandonato. |
18 | আমি আশা করব যে এদেরকে বাঁচিয়ে রাখা হবে। | Spero davvero che il villaggio venga preservato. |
19 | এই উড়ন্ত সসার বাড়ীগুলো এতই আলাদা যে আভান্ত প্রস্তাব করেছেন যে এদের জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হোক। | Poiché le case-ufo sono così particolari, avant [cin] propone di tutelarle come monumento storico nazionale. |
20 | এটি খুবই দু্র্ভাগ্যজনক যে আমরা এই বাড়ী ভেঙ্গে ফেলতে চাচ্ছি। | Sarebbe un peccato demolire queste costruzioni. |
21 | আমি মনে করি যে সংস্কৃতি বিষয়ক কাউন্সিল এই বাড়ীগুলোকে জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করবে। | Penso che il Ministero per i Beni Culturali debba includerle nel patrimonio nazionale come monumento storico. |
22 | চিয়াং কাই শেক সৃতিস্তম্ভের মত এই ফ্লাইং সসার বাড়ীগুলো ১৯৭০ এর দশকে বানানো হয়েছিল.. এগুলো অসাধারণ স্থাপত্যশেলী। | Queste case a forma di dischi volanti, come il Memoriale di Chiang-Kai-Shek [it], risalgono agli anni '70… Sono l'espressione di un'architettura particolare. |
23 | আমরা এখন দেখতে পাচ্ছি যে তখনকার স্থাপত্যশিল্পীরা গতানুগতিক প্রাসাদের মত বাড়ীর ধারণা থেকে কি ভাবে সরে গিয়েছিল। | Si vede il tentativo degli architetti di uscire dagli schemi classici delle costruzioni tradizionali. |
24 | অন্য দিকে ১৯৭০ এর শেষের দিকে তাইওয়ান তেলের সংকট থেকে মাত্র পরিত্রাণ পেয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছে। | D'altra parte, alla fine degli anni '70 Taiwan stava riemergendo dalla grave crisi petrolifera, dando inzio alla ripresa economica. |
25 | তাউওয়ানের পরিবারের আয় তখন বেড়েছিল এবং জীবনযাত্রার মান উন্নীত হয়েছিল। | Finalmente i taiwanesi avevano redditi più elevati e una migliore qualità di vita. |
26 | রিসোর্ট হিসেবে এই উড়ন্ত সসার বাড়ীগুলো নির্মাণ প্রমান করে যে তাদের হাতে পর্যাপ্ত টাকা ছিল উন্নত দেশগুলোর মত নতুন ধরনের কিছু করে দেখাবার। | La realizzazione di un complesso turistico fatto di case a forma di dischi volanti dimostrava che la gente, in quel periodo, disponeva di sufficiente liquidità da impiegare in attività nuove e fantasiose come accadeva nei Paesi industrializzati. |
27 | এই বাড়ীগুলোর মাধ্যমে আমরা ৩০ বছর আগের লোকদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করতে পারি। | È quindi grazie a queste case-ufo che possiamo avere testimonianza del modo di vivere di trent'anni fa. |
28 | আপনারা যদি আগ্রহী হন তাহলে এই উড়ন্ত সসার বাড়ীগুলো সম্পর্কে মার্তা মিচালস্কা এবং ফাবিয়ান সোভিন্সকির স্থাপত্যশেলীর বর্ণনা পড়ে দেখতে পারেন। | Se vi interessa l'argomento, Marta Michałowska e Fabian Sowiński [in] propongono una retrospettiva architettonica sulle case-ufo. |