Sentence alignment for gv-ben-20110404-16770.xml (html) - gv-ita-20110405-37105.xml (html)

#benita
1সিরিয়া: দুই জন নিরাপদে ঘরে ফিরে এসেছে, খালেদ এল ঘাইয়েশ এখনো ফেরেনিSiria: netizen arrestati e liberati
2এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3গত সপ্তাহে, মিশরীয়-আমেরিকান মুহাম্মাদ রাদোয়ানকে (@বাতুত্তা নামে যিনি টুইটারে পরিচিত) সিরিয়ায় গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়, একই সাথে সে সিরিয়ার উপর তোলা ছবি এবং ভিডিও বিদেশে পাঠানোর অনুরোধ লাভ করেছে বলে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।La scorsa settimana, l'egiziano-americano Muhammad Radwan (noto su Twitter come @battutta) è stato arrestato [en, come tutti i link tranne ove diversamente segnalato] in Siria accusato di spionaggio e di aver ricevuto dall'estero richieste di video e foto della Siria.
4১ এপ্রিল, সিএনএন সংবাদ প্রদান করে যে রাদোয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে দামেস্কে অবস্থিত মিশরীয় দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।Il 1. aprile, la CNN riportava che Radwan era stato rilasciato all'ambasciata egiziana a Damasco.
5গতকাল রাদোয়ান টুইটারে ঘোষণা প্রদান করে, সে নিরাপদে ঘরে ফিরে এসেছে:Il 2 aprile Radwan ha annunciato su Twitter il suo ritorno a casa:
6কেবল মাত্র ওম এল দোনইয়ায় ফিরে এসেছি*, ঘরে ফিরে আসা দারুন এক ব্যাপার#মিশরappena atterrato a om el donya*, è bello essere a casa #egypt
7টিক রুট যুক্তরাষ্ট্রের এক ছাত্র, যে সিরিয়ায় আরবী ভাষার উপর পড়াশুনা করছে, দুই সপ্তাহ জেলে কাটানোর পর সে নিরাপদে ঘরে ফিরে এসেছে, বিক্ষোভের ছবি তোলার দায়ে রুটকে ১৮ মার্চে গ্রেফতার করা হয়েছিল।Anche lo studente americano “Tik” Root, che stava studiando l'arabo in Siria, ha fatto ritorno a casa, dopo aver trascorso due settimane in carcere. Root era stato arrestato il 18 marzo per aver scattato fotografie durante una protesta.
8মিশর-ভিত্তিক @টম_এল_রুমি টুইট করেছে:Il residente in Egitto @Tom_El_Rumi su Twitter:
9যথারীতি @বাতুত্তা মিশরে ফিরে এসেছে, যুক্তরাষ্ট্রের ছাত্র টিক রুট গতকাল সিরিয়ার কয়েদখানা থেকে নিরাপদে ঘরে ফিরে গেছে। http://j.mp/dYV5jz #ফ্রিখালেদCosì come @battutta è ritornato in Egitto, anche lo studente americano “Tik” Root ha fatto ritorno a casa dopo la detenzione in Siria yday http://j.mp/dYV5jz #FREEKHALED
10টমের করা টুইট #ফ্রিখালেদহ্যাশট্যাগ উল্লেখ করছে সিরিয়ায়,খালেদ এল ঘাইয়েশ ( টুইটারে যে @ঘাইয়েশ নামে পরিচিত) নামে আরেকজন মিশরীয় নিখোঁজ রয়েছে।L'hashtag #FreeKhaled, visibile nel tweet di Tom, si riferisce a un altro egiziano disperso in Siria, Khaled El Ghayesh (@kghayesh su Twitter).
11যেমনটা হাসান এল ঘাইয়েশ টুইট করেছে; এমন কোন নিশ্চিত তথ্য নেই যে তাকে গ্রেফতার করা হয়েছিল; এই তরুণের কথা উল্লেখ করার জন্য হাসান # খালেদমিসিং হ্যাশট্যাগ ব্যবহার করার পরামর্শ প্রদান করেছে।Come comunicato da Hassan El Ghayesh, non si ha la certezza che Khaled sia stato arrestato; Hassan ha proposto di usare l'hashtag #khaledmissing per fare riferimento al giovane scomparso.
12হাসান এল ঘাইয়েশ টুইট করেছে:Aggiornamento: anche Khaled El Ghayesh è stato rilasciato.
13বন্ধুরা, আপনাদের সকলকে এবং @বাতুত্তাকে ধন্যবাদ. ..Hassan El Ghayesh su Twitter:
14এখন মিশরীয় দূতাবাসের একমাত্র চিন্তা খালেদঘাইয়াশকে খুঁজে বের করা; #খালেদঘাইয়েশ#খালেদমিসিংgrazie ragazzi e grazie a @battutta .. adesso l'unica preoccupazione dell'ambasciata egiziana è quella di riteovare #khaledelghayesh #khaledmissing
15খালেদকে খুঁজে বের করার ক্ষেত্রে সাহায্য করার জন্য একটি একটি ফেসবুকের পাতা তৈরি করা হয়েছে।C'è anche una pagina su Facebook creata per aiutare la ricerca di Khaled.
16মুহাম্মদ রাদোয়ান ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে খালেদকে নিয়ে তার চিন্তা ব্যক্ত করে টুইট করে:Poco dopo il suo rientro a casa, Muhammad Radwan ha condiviso la sua preoccupazione per Khaled, sul Twitter:
17ভালোবাসা এবং সমর্থন উপচে পড়ছে.Il vostro affetto e supporto sono fantastici.
18কিন্তু #খালেদকেমুক্তকরা এখন আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়, দয়া করে এটিকে পুনরায় টুইট করুন।Ma #freekhaled è la mia più grande preoccupazione al momento, per favore condividete
19* “ওম এল দোনিয়া” যার সাধারণ অর্থ “পৃথিবীর মা”, মূলত মিশরকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।* L'espressione “Om el donya” può essere grosso modo tradotta come “Mother of the world” e viene usata per riferirsi all'Egitto.