# | ben | ita |
---|
1 | জাপানের প্রয়োজন বর্ণবাদ, বলেছেন দেশটির এক প্রভাবশালী রক্ষণশীল লেখিকা | Secondo una nota autrice, al Giappone serve un Apartheid |
2 | এই আয়াকো সোনো আসলে কে? | ” Chi è veramente Ayako Sono?” |
3 | ছবি কিকাতারো ইমাজাকির (মূল ছবিটি নেওয়া হয়েছে শুকান কিনাইয়োবির,২৪ জানুয়ারি, ২০১৪-সংখ্যা থেকে)। | Su gentile concessione di Kikatarou Yamazaki (originariamente pubblicata da Shukan Kinyobi 24 gen. 2014) |
4 | সানকেই শিনবান নামক সংবাদপত্রের কাগজে ছাপা সংখ্যায় লেখা প্রবন্ধে জাপানের প্রখ্যাত লেখিকা এবং রক্ষণশীল রাজনৈতিক একটিভিস্ট আয়াকো সোনো এই বিষয়ে পরামর্শ প্রদান করেন যে জাপানে আসা অভিবাসীদের বর্ণের ভিত্তিতে আলাদা করে তাদের বাধ্যতামূলক ভাবে বিশেষ এলাকায় বাস করতে দেওয়া উচিত। . | In un recente editoriale apparso nella versione cartacea del quotidiano Sankei Shinbun [jp], una nota autrice giapponese e attivista politica di stampo conservatore Ayako Sono [en] relativamente al tema immigrazione in Giappone, ha sostenuto la tesi della necessità di dividere gli immigrati per razza e farli vivere in aree isolate. |
5 | জাপানে ক্রমশ বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকার ফলে দেশটিতে অভিবাসীদের হার বাড়ানো হবে কি না এই বিতর্কের মাঝে সোনোর লেখা এই প্রবন্ধ প্রকাশিত হয়েছে। | Le parole di Sono si inseriscono nel controverso dibattito sul sostenere o meno l'immigrazione, vista l'emergenza della bassa natalità in Giappone. |
6 | নিউইয়র্ক টাইমসের প্রাক্তন জাপান বিষয়ক সংবাদদাতা হিরোকো তাবুচি লিখেছে: | Hiroko Tabuchi, già corrispondente per il Giappone del New York Times, sottolinea: |
7 | বর্ণবাদ নিয়ে জাপানের এক আলোচনার প্রয়োজন (২) সানকেই-এর সম্পাদকীয়তে অনেকটা দক্ষিণ আফ্রিকার মত বর্ণবৈষম্যের সুরে কেবল অভিবাসীদের আলাদা করতে বলা হয়েছে। | Visto l'editoriale di Sankei che parla già di segregare gli immigrati, stile Apartheid, credo che il Giappone abbia bisogno di un confronto sul razzismo |
8 | এদিকে স্বাস্থ্য সেবার পরিচর্যা বিভাগ যে শ্রম ঘাটতির মত কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে তা কমিয়ে আনার জন্য জাপানকে অভিবাসীদের দেশটিতে প্রবেশ করতে দিতে হচ্ছে। সানকেই - এর প্রবন্ধে সোনো বলছে ওই সকল কর্মীদের কঠোর ভাবে অভিবাসী মর্যাদা বজায় রাখার জন্য জাপানের এক আইনগত কাঠামো নির্মাণ করা প্রয়োজন এবং তাদেরকে এখানে একীভূত হওয়ার কোন সুযোগ প্রদান করা যাবে না। | Se è vero che il Giappone ha bisogno di immigrati per sollevarsi dalle difficoltà nell'assistenza sanitaria, Sono, nel suo editoriale sul Sankei, sostiene che il Giappone abbia bisogno di creare una struttura legale che possa far mantenere lo status di questi lavoratori come immigranti, non permettendo loro l'acquisizione della cittadinanza. |
9 | ভদ্রমহিলা এরপর বর্ণবাদের প্রয়োগের ক্ষেত্রে এক ভাল উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বর্ণবাদ পদ্ধতির বিষয়টি উদ্ধৃত করেন। | Va oltre citando l'Apartheid del Sud Africa come un buon esempio di questa politica nel mondo reale. |
10 | জাপানের অনলাইনে সানোর প্রবন্ধ বিরক্তির কারণ ঘটাচ্ছে এই বিষয়টি খেয়াল করার পর নিপ্পন. কম -এর সম্পাদক এবং লেখক পিটার ডারফি লেখিকার সানকেই-এ প্রকাশিত পুরো প্রবন্ধ অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। | Visto il trambusto scatenatosi online dall'editoriale di Sono, l'editore e autore di Nippon.com Peter Durfee [en] ha deciso di tradurlo tutto. |
11 | এই প্রবন্ধ সম্বন্ধে জাপানী নাগরিকদের কাছ থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুব্ধ মন্তব্যের কারণে কেবল এটিকে খেয়াল করেছি এবং এর অনুবাদ করেছি। | l'unica ragione per cui ho letto e poi tradotto l'articolo sono state le numerose critiche negative ricevute proprio dai giapponesi |
12 | ডারফি দ্বারা অনুবাদকৃত সানকেই শিম্বুন -এ প্রকাশিত আয়াকো সোনোর প্রবন্ধের অনুবাদ থেকে খানিকটা অংশ : | Dalla traduzione di Durfee dell'editoriale di Ayako Sono [en] pubblicato sul Sankei Shimbun: |
13 | এখন থেকে ২০ থেকে ৩০ বছর আগের দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি সম্বন্ধে যখন আমি জানতে পারলাম, তাতে আমি আশ্বস্ত হলাম যে ভিন্ন ভিন্ন বর্ণের জনগোষ্ঠীর আলাদা ভাবে বাসবাস করার সেটাই ছিল সেরা উপায়, যেভাবে সে দেশে সাদা, এশীয় এবং কালোরা বাস করত। | Da quando, ormai 20 o 30 anni fa, ho avuto modo di conoscere a fondo la realtà della Reppublica del Sud Africa, mi sono convinta della necessità per le diverse razze di vivere separatamente, così come è accaduto lì per i bianchi, gli asiatici e i neri. |
14 | আয়াকো সোনোর সানকেইতে প্রকাশিত প্রবন্ধটির পিটার ডারফিকৃত পুরো অনুবাদ পাঠ করুন এখানে। | Leggere tutta la traduzione di Peter Durfee dell'editoriale di Ayako Sono del Sankei qui [jp]. |
15 | জাপানে সোনোর বিতর্ক তৈরী করা নতুন কিছু নয়: | Sono non è nuova a sollevare dibattiti in Giappone: |
16 | সবচেয়ে উপরের শিরোনাম, যুদ্ধের ৭০ বছর পর, কেবল সাধারণকৃত “মানবতার” ভিত্তিতে যুদ্ধ বিরোধী আবেগ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা যথেষ্ট নয়। | Didascalia principale: “70 anni dopo la guerra, il sentimento pacifista basato solo sul semplice “buonismo umanitario” non basta per trasmetterlo alla nuova generazione. |
17 | পরের শিরোনাম “যুদ্ধের বিয়োগান্তক ঘটনার বাইরে, জাতী হিসেবে এখন থেকে আমরা যে জ্ঞান অর্জন করেছে আমাদের সে সব বিষয়ও স্মরণ করার আছে” | Titolo: “La guerra è stata molto di più di una tragedia, dobbiamo anche ricordarci della saggezza che ne abbiamo ottenuto come nazione. “ |
18 | বর্ণবৈষম্য নিয়ে সোনোর করা মন্তব্য এখানে উল্লেখযোগ্য বিষয়, কারণ ১৯৩১ সালে জন্ম নেওয়া সোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের এক প্রখ্যাত লেখিকা এবং রাজনৈতিক একটিভিস্ট, সে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছে, সে জাপানের শিক্ষা বোর্ডের পদে আসীন ছিল, পাশাপাশি সে জাপানের জাতীয় প্রচার মাধ্যম এনএইচকে-এর বোর্ডের পদেও আসীন ছিল। | I commenti di Sono sull'Apartheid sono importanti perché, nata nel 1931, è stata un'importante autrice e attivista politica di stampo conservatore in Giappone nel periodo del dopo guerra. È consulente all'Istruzione per il Primo Ministro giapponese Shinzo Abe, è membro del Consiglio del Japan Post e anche nel consiglio di amministrazione del NHK [jp], il canale TV nazionale del Giappone. |
19 | সোনো একই সাথে পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি কুখ্যাত আলবার্টো ফুজিমোরির সমর্থক এবং ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে সে বিতর্কিত নিপ্পন ফাউন্ডেশনের সভাপতির পদে আসীন ছিল। | Sono è stata anche sostenitrice del condannato Presidente peruviano Alberto Fujimori e ha guidato la discussa Nippon Foundation [en] in the nella metà degli anni '90s [en]. |
20 | আয়াকো সোনো-কে নিয়ে সমস্যা হচ্ছে তিনি জাপানের প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কার কমিটির এক সদস্য। | Il problema è che Ayako Sono è un membro del comitato per le riforme dell'istruzione del Primo Ministro . |
21 | এই কাজে আবে সরকার তার উপর দারুণ রকম নির্ভরশীল। | Il Governo di Abe conta molto su di lei. |
22 | এই বিষয়টি জেনে নেওয়া একটা ভাল চিন্তা যে তার ভাবনার সাথে সরকারের নীতির মিল আছে কি না। | Sarebbe interessante scoprire quanto la politica del governo combaci con le sue idee. |
23 | অন্য নেট নাগরিকরা বিস্মিত যে আসলে সোনো কি ভাবছে। | Altri netizens si chiedono proprio cosa Sono pensi. |
24 | উল্লেখযোগ্য ওয়েব বিষয়ক বিনিয়োগকারী এবং অনলাইনে প্রভাব সৃষ্টিকারী তাকাফুমি হোরিয়ে বলছে: | Takafumi Horie, noto imprenditore web e influenzatore della rete, dice: |
25 | চিন্তায় সে খানিকটা মজাদার! | Ha proprio qualcosa di strano in testa! |
26 | Others point out that such comments are parochial at best, especially অন্যেরা উল্লেখ করছে, বিশেষ করে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের কথা বিবেচনা করলে তার এই মন্তব্যকে বড়জোর সংকীর্ণমনা বলা যেতে পারে: | Secondo altri, nella migliore delle ipotesi, si tratta di commenti un po' provincialotti, soprattutto se si considera che Tokyo ospiterà le Olimpiadi estive del 2020: |
27 | আগামী অলিম্পিকের কথা মাথায় রেখে লেখিকা বিশেষ দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করছে। | Proprio mentre ci stiamo preparando per le Olimpiadi la signora dà un'immagine del nostro paese piuttosto gretta! |
28 | দক্ষিণ আফ্রিকার একজন মন্তব্যকারী তার মন্তব্যে বিরক্তির এই অনুভুতি রেখে গেছে: | Si sente invece disgustato un opinionista del Sud Africa: |
29 | এমনকি এই ধরনের লেখা দক্ষিণ আফ্রিকায় ছাপা হয় না, কারণ এটা আমাদের সংবাদপত্রের নীতিমালা ভঙ্গ করে এবং বৈষম্যকে প্ররোচিত করে। | Questo articolo non sarebbe neanche stato pubblicato in Sudafrica, perché viola il nostro Codice della Stampa e incita la discriminazione. - Deva Lee |