Sentence alignment for gv-ben-20140521-43232.xml (html) - gv-ita-20140520-92407.xml (html)

#benita
1সম্পত্তি ফিরে পেতে ম্যাসেডোনিয়ার এক নাগরিকের ৬৫ বছরের লড়াইMacedonia: la battaglia del 65enne che lotta per riavere la sua proprietà
2মেসিডোনিয়ার এক ব্লগার এবং একটিভিস্ট, দুশকো ব্রাঙ্কোভিকজ-এর [ম্যাসেডোনিয়ান ভাষায়]- দুর্দশার কাহিনীর প্রতি সবার মনোযোগ আকর্ষণ করছে।E' stato un blogger e attivista macedone ad attirare l'attenzione sulla difficile condizione di Dushko Brankovikj [mk, come i link seguenti, salvo diversa indicazione].
3বিগত ৬৫ বছরে রাষ্ট্র দুবার ব্রাঙ্কোভিকজ-এর সম্পত্তি অধিগ্রহণ করে নেয়, যদিও এখন পর্যন্ত সকল মামলায় তার জয় হয়েছে, কিন্তু তারপরে ম্যাসেডোনিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আদালতের রায় বাস্তবায়নে এবং উক্ত ব্যক্তির সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।Negli ultimi 65 anni Brankovikj è stato espropriato due volte dallo stato, e sebbena abbia vinto tutte le cause in tribunale, le istituzioni statali macedoni non sono riuscite a mettere in atto il verdetto e restituirgli la sua proprietà.
4এই বয়স্ক ব্যক্তিটি প্রতিদিন স্কোপিয়ের এক নিম্ন আদালতের সামনে প্রতিবাদ করে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে সে স্ট্রাসবুর্গে অবস্থিত ইউরোপীয় মানবাধিকার আদালতে আপীল করার পরিকল্পনা করছে।L'anziano signore protesta davanti al tribunale di Skopje e ha intenzione di appellarsi Corte Europea dei Diritti Umani [it] di Strasburgo.
5ম্যাসেডোনিয়ার একটিভিস্ট নিকোলা পিসারেভ একটি ছবি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে লেখা একটি পোস্টার ধরে আছে, যেখানে লেখা “কি ভাবে সর্বোচ্চ আদালতের রায়ের চেয়ে পৌরসভার সিদ্ধান্ত শক্তিশালী হয়।L'attivista macedone Nikola Pisarev ha postato una foto dell'uomo in protesta; i suoi cartelli dicono: “Come può una decisione municipale essere più forte di una decisione della Corte Suprema? E' possibile con questa Corte Suprema.
6এই ধরনের বিচার দেশটিকে ইউরোপীয় ইউয়িনের অংশে পরিণত করার বদলে মঙ্গল গ্রহের অংশ পরিণত করবে!Grazie a tali sentenze finiremo su Marte invece che nell'Unione Europea!
7সর্বোচ্চ আদালতকে হতে হবে অন্যায় দূর করা একটি প্রতিষ্ঠান, হাস্যকর কোন কিছু নয়।”:La Corte Suprema dovrebbe essere un Correttore, non una Caricatura”:
8ম্যাসেডোনিয়ার স্কোপিয়ের সুপ্রীম কোর্টের সামনে প্রবীণ নাগরিক ব্রানকোভিকজ প্রতিবাদ জানাচ্ছে।L'anziano Brankovikj mentre protesta davanti alla Corte Suprema di Skopje, Macedonia.
9ছবি আলেকজান্ডার পিসারেভ-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Foto di Aleksandar Pisarev, pubblicata tramite autorizzazione.
10পিসারেভ একই সাথে ছবির বিষয়ে তার ব্লগে আরো ব্যাখ্যা প্রদান করে:Pisarev include anche ulteriori spiegazioni all'immagine del suo blog:
11একজন ব্যক্তির কর্মকাণ্ড প্রায়শ শুরু হয় ব্যক্তিগত সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে, বিশেষ করে যা কিনা বৈধ এক বিষয়, আবার অন্য অনেকে এই একই বিষয়ে (এক্ষেত্রে “অন্যায্য” ন্যায় বিচার ফলে ম্যাসেডোনিয়ার বিচার বিভাগের রায় কার্যকর না হবার কারণে) উদ্বিগ্ন হতে পারে ।L'attivismo individuale comincia spesso con l'obiettivo di risolvere problemi personali, il che è legittimo, visto che altri potrebbero essere afflitti dalle stesse questioni (in questo caso si tratta del malfunzionamento del potere giudiziario macedone che risulta in una giustizia “ingiusta”).
12যার ফলে এই নাগরিক শ্রদ্ধার এবং আমাদের সকলের সমর্থনের দাবীদার, যারা নাগরিকদের কাজের ক্ষমতায় বিশ্বাস করে।Perciò quest'uomo merita rispetto e supporto da tutti noi che crediamo nel potere dell'azione civile.
13প্রচার মাধ্যম এবং প্রাতিষ্ঠানিক ন্যায়বিচারের অনুপস্থিতিতে একজন কেবল যে কাজটি করতে পারে, সেটি হচ্ছে “বিক্ষোভ প্রদর্শন”!In assenza dei media e della giustizia istituzionale, l'unica cosa che si può fare è protestare!
14এর আগে আমি এই মানুষটিকে চিনতাম না।Non conoscevo quest'uomo.
15কয়েকদিন আগে আমার সাথে তার দেখা হয়েছে। আদালতের সামনে তিনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, যে ১৯৭৩ সাল থেকে ন্যায়বিচার প্রত্যাশী।L'ho incontrato qualche giorno fa, protesta quasi ogni giorno davanti alla corte, in cerca di giustizia, dal 1973.
16তার প্রদান করা ব্যাখ্যা অনুসারে এবং যে সমস্ত দলিল দস্তাবেজ তিনি আমাকে দেখিয়েছেন সে অনুসারে, তিনি সঠিক ছিলেন।Sia le sue spiegazioni che il materiale che mi ha mostrato gli danno ragione.
17দুঃখজনক ভাবে অকার্যকর স্থানীয় সরকার তার জীবনকে তিক্ত করে ফেলেছে এবং ব্যক্তিগত সম্পত্তিতে তার অধিকার নির্মম ভাবে হরণ করেছে।Purtroppo il malfunzionamento del governo locale rende la sua vita difficile e viola così il suo diritto alla proprietà privata.
18চাচা, আপনার এই দাবীর প্রতি শ্রদ্ধা রইল।Rispetto per quello che fai, amico.
19সম্প্রতি ম্যাসেডোনিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয় রিপোর্ট, যা কিনা ২৮ ফ্রেব্রুয়ারির ২০১৪ প্রকাশিত হয়েছে, সেখানে দেশটির প্রধান সমস্যা হিসেবে নিচের বিষয়গুলোকে উল্লেখ করা হয়:L'ultima Relazione sui Diritti Umani in Macedonia, redatta dal Dipartimento di Stato degli USA [en], pubblicata il 28 Febbraio 2014, sottolinea così una delle questioni chiave che affliggono il paese:
20“ রাজনৈতিক হস্তক্ষেপ, অদক্ষতা, উচ্চ পদে আসীন ব্যক্তিদের সুবিধা প্রদান করা, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, এবং দূর্নীতি বিচার ব্যবস্থার চরিত্র হয়ে পড়ে”।“Interferenza politica, inefficenza, favoritismo verso i personaggi di alto rango, processi giudiziari prolungati e corruzione, caratterizzano il sistema giudiziario.”
21নিজের ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় পিসারেভের প্রভাবে, বেশ কিছু সংবাদপত্র ব্রাঙ্কোভিকজ-এর কাহিনী প্রকাশ করে এবং এখন নাগরিকরা কেবল বিশেষ ঘটনার বিষয়ে শুধু মন্তব্য করছে না, সাথে মেসিডোনিয়ার আদালত এবং সরকার ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যখানে মন্তব্য করছে।Come conseguenza del ritratto di Dushko, descritto da Pisarev sul suo blog e sui social media, molte altri media indipendenti hanno pubblicato articoli riguardanti il caso Brankovikj. Inoltre la gente ha cominciato a commentare non solo il suo caso particolare, ma anche i sistemi di governo e giudiziari macedoni in generale, sia sui social media che altrove.