# | ben | ita |
---|
1 | শিল্পীদের সঙ্গে ভিডিও কথোপকথনে সমসাময়িক ভারতীয় শিল্পকলা অন্বেষণ | India: gli artisti contemporanei si raccontano in video interviste |
2 | দ্যা রিগার্ডিং ইন্ডিয়া প্রকল্প হচ্ছে ভারতীয় শিল্পীদের সঙ্গে তাদের কাজের বিষয়ে ভিডিও সাক্ষাৎকারের একটি সিরিজ। প্রকল্পটি কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পী এবং শিল্প অধ্যাপক ক্যাথরিন ম্যাইয়ার্স দ্বারা পরিচালিত হচ্ছে। | Il progetto Regarding India [en, come i link seguenti, salvo dove diversamente indicato] è costituito da una serie di video interviste ad artisti indiani riguardo al loro lavoro e condotte da Kathryn Myers, pittrice e professoressa di Storia dell'Arte presso l'università del Connecticut. |
3 | ম্যাইয়ার্স মূলত: ভারতের শিল্প ও সংস্কৃতির উপর গবেষণা করছেন। ২০১১ সালে একটি ফুলব্রাইট ফেলোশিপের সময় তিনি প্রকল্পটির কাজ শুরু করেন। | Le ricerche della Myers si concentrano sull'arte e sulla cultura indiane e ha dato avvio al progetto in questione durante lo svolgimento di un Programma Fulbright [it] nel 2011. |
4 | শিল্পকলার একজন শিক্ষার্থী থাকা অবস্থায় একটি সাক্ষাত্কার দেখে তিনি রিগার্ডিং ইন্ডিয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন। | Regarding India ha tratto ispirazione da un'intervista a cui la donna ha assistito quando era una studentessa ed è stato pensato per inserirsi all'interno del corso sull'arte e cultura popolare indiane di cui è titolare. |
5 | তখন তিনি ভারতীয় শিল্প ও জনপ্রিয় সংস্কৃতির উপর শিক্ষা দেবার জন্য একটা কোর্সের ডিজাইন করেন। | Inoltre, il progetto è stato immaginato come una risorsa per chiunque sia interessato all'arte contemporanea dell'India. |
6 | সমকালীন ভারতীয় শিল্প সম্পর্কে আগ্রহী যেকোন কারও জন্য এটি একটি সম্পদ। | Finora sono stati intervistati sessanta artisti; i video vengono caricati sul sito di Regarding India appena montati. |
7 | এ পর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেওয়া হয়েছে এবং ভিডিও সম্পাদনা শেষ হলেই সেগুলো রিগার্ডিং ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড করা হবে। | |
8 | শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা সারনাথ ব্যানার্জী, যিনি ভারতের প্রথম গ্রাফিক ঔপন্যাসিক হিসাবে পরিচিতঃ | L'artista e regista Sarnath Banerjee è meglio conosciuto come il primo graphic novelist indiano: |
9 | অর্পনা কাউর একজন চিত্রশিল্পী, যার কাজে আধ্যাত্মিক ভাবনা প্রকাশ পায়ঃ | Arpana Caur è una pittrice che, attraverso il suo lavoro, esplora temi legati alla spiritualità: |
10 | দীনেশ খান্না, একজন সুপরিচিত আলোকচিত্রীঃ | Dinesh Khanna è un famoso fotografo: |
11 | কৃষ্ণরাজ চোনাট একজন ভাস্কর এবং ইনস্টলেশন শিল্পী, যিনি তাঁর কাজে রীতিবিরুদ্ধ উপকরণ ব্যবহার করেন। যেমন, চন্দন কাঠের সাবান ও ই-বর্জ্যঃ | Krishnaraj Chonat è uno scultore e creatore di installazioni che usa materiali non convenzionali come il sapone al legno di sandalo e i rottami degli apparecchi elettronici. |