Sentence alignment for gv-ben-20100407-10190.xml (html) - gv-ita-20100408-17855.xml (html)

#benita
1গানের মাধ্যমে বাণী- তিব্বতের এক নতুন ধরনের মিউজিক ভিডিওMusica con un messaggio: nuovi video musicali dal Tibet
2ব্লগ অনুবাদ প্রকল্প হাই পিকস পিওর আর্থ সম্প্রতি তিব্বতের “সঙ্গীতের মাধ্যমে বাণীর” উপর মনোযোগ প্রদান করছে। যে সমস্ত তিব্বতী মিউজিক ভিডিও (গানের ভিডিও) ইন্টারনেটে তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা গানের কথা অনুবাদ করে এ কাজটি করছে।Recentemente il blog-progetto di traduzioni High Peaks Pure Earth si è concentrato sulla “musica con un messaggio”, traducendo i testi di brani tibetani ripresi da video musicali caricati su internet.
3এ বছরের ১০ মার্চে, এই ব্লগ একটি হিপ-হপ (হৈ হুল্লোড় মার্কা তারুণ্যের গান) ভিডিও উপস্থাপন করে যার শিরোনাম “নিউ জেনারেশন (নতুন প্রজন্ম)”।Il 10 marzo, il blog ha presentato un video hip hop intitolato “New Generation” del gruppo noto come “Yudrug” in tibetano (”Drago verde” in inglese).
4জনপ্রিয় এক ব্যান্ড দল যারা তিব্বতী ভাষায় “ইয়ুদ্রাগ” (সবুজ ড্রাগন) নামে পরিচিত, তারা এই গান গেয়েছে।Il mese corso il gruppo ha pubblicato il video sul loro blog [cin].
5ইয়ুদ্রাগ গত মাসে তাদের ব্লগে এই ভিডিওটি প্রকাশ করে। হাই পিকস পিওর আর্থের মতে:Secondo High Peaks Pure Earth:
6তিব্বতে নতুন ধারার এই সঙ্গীত প্রদর্শন যা নতুন প্রজন্ম গানটি থেকে শোনা যাচ্ছে, তা নিয়ে তিব্বতের সাইবার জগতে খানিকটা বির্তক দেখা দিয়েছে। যেখানে তিব্বতের অনেক ব্লগার গানের খোলামেলা ভাষা ব্যবহারের জন্য ইয়ুদ্রাগের প্রশংসা করছে, সেখানে অনেক কয়েকজন “বেশি পশ্চিমা” ধারাকে গ্রহণ করার জন্য তাদের সমালোচনা করেছে।Questo nuovo stile di espressione musicale sentito in “New Generation” è stato oggetto di ampie discussioni nel cyberspazio tibetano, con alcuni blogger che hanno lodato gli Yudrug per la schiettezza dei loro testi, mentre altri li hanno criticati per aver adottato uno stile reputato “troppo occidentale”.
7যে কারো সঙ্গীতের প্রতি ধারণা যে রকমই হোক না কেন, কোন সন্দেহ নেই এটি শক্তিশালী ও উত্তেজনাপূর্ণ সঙ্গীত, যা সম্মিলিত এক স্বরের মাধ্যমে তৈরি হওয়া প্রাণপ্রাচুর্যে ভরা গান।Qualunque siano i vostri gusti musicali, il brano è innegabilmente potente ed energico con un ritornello trionfale: La nuova generazione ha una risorsa chiamata giovinezza
8La nuova generazione ha un orgoglio chiamato fiducia
9নতুন প্রজন্মের একটি সম্পদ রয়েছে যাকে বলা হয় তারুণ্য নতুন প্রজন্মের একটি গর্ব রয়েছে যাকে বলা হয় আত্মবিশ্বাস নতুন প্রজন্মের ভেতরে একটা বিষয় দেখা যায়, যাকে বলা হয় ক্রীড়াশৈলী নতুন প্রজন্মের একটা জিনিসের প্রতি আগ্রহ রয়েছে, যাকে বলে স্বাধীনতাLa nuova generazione ha un aspetto chiamato allegria La nuova generazione ha una tentazione chiamata libertà
10বলা যায় ইয়ুদ্রাগের “নিউ জেনারেশন” তিব্বতীয় পরিচয় নিয়ে অনলাইনে তৈরি হওয়া কর্মকাণ্ডের এক উচ্ছাস প্রকাশ, যেমনটা হাই পিকস পিওর আর্থের শুরুর এক ব্লগ পোস্টে বর্ণনা করা হয়েছে। এই গানটি গর্ব এবং আত্মবিশ্বাসে ভরপুর।In realtà “New Generation” è la riprova di un improvviso aumento dell'attività online sull'identità tibetana [in], come viene descritto in un precedente post su High Peaks Pure Earth.
11ইংরেজী ভাষায় অনুবাদ (সাবটাইটেল) সহ ভিডিওটি এখানে দেওয়া হল:La musica è piena di orgoglio e fiducia.
12ইয়ুদ্রাগ (সবুজ ড্রাগন)-এর “নিউ জেনারেশন” যা এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।Ecco il video con i sottotitoli in inglese:
13ইয়ুদ্রাগ ছাড়াও হাই পিকস পিওর আর্থ এক তরুণ তিব্বতী গায়কের সাথে তার পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে, তাশি ধোনদুপ যার নাম ।A parte il gruppo Yudrug, High Peaks Pure Earth ha anche lanciato un giovane cantante tibetano, Tashi Dhondup [in].
14তাশি ধোনদুপ তিব্বতের আমডো এলাকার বাসিন্দা এবং সম্প্রতি তার গান গাওয়ার মত “অপরাধের” কারণে, ১৫ মাসের শ্রম প্রদান করে পুনরায় পাঠ নেবার কাজ করে যাচ্ছেন।Tashi Dhondup proviene dalla regione di Amdo e al momento sta scontando 15 mesi di ri-educazione forzata per i “reati” collegati alla sua musica.
15২০০৮ সালে তার “টর্চার উইদাউট ট্রেস (চিহ্ন ছাড়া অত্যাচার)” নামে প্রকাশিত গানের সিডির হাজার হাজার কপি তিব্বতে বিক্রি হয়।Il suo CD del 2008 “Torture Without Trace” ha venduto migliaia di copie in Tibet.
16নিচে তার মিউজিক ভিডিওটি (গানের ভিডিও) রয়েছে।Di seguito i suoi video musicali:
17“১৯৫৮ -২০০৮” তাশি ধোনদুপের গান, এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।“Unable To Meet” di Tashi Dhondup da HPeaks su Vimeo.
18“দেখা করতে পারিনি (আনএবল টু মিট) তাশি ধোনদুপের গান,”” এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।“For That I Shed My Tears” di Tashi Dhondup da HPeaks su Vimeo.
19“যে কারণে আমার চোখের পানি ঝরানো (ফর দ্যাট আই শেড মাই টির্য়াস)” তাশি ধোনদুপের গান, এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।
20“চিহ্ন ছাড়া অত্যাচার (টর্চার উইদাউট ট্রেস)” তাশি ধোনদুপের গান, এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।“Torture Without Trace” di Tashi Dhondup da HPeaks su Vimeo.
21“নো রিগ্রেটস (অনুতাপ নেই)” তাশি ধোনদুপের গান, এইচপিকস থেকে নেওয়া ভিমিওর ভিডিও।“No Regrets” di Tashi Dhondup da HPeaks su Vimeo.