Sentence alignment for gv-ben-20120919-31280.xml (html) - gv-ita-20120919-66066.xml (html)

#benita
1চীনঃ খনি থেকে কয়লা উত্তোলনের ফলে হুলুনবুইর তৃণভূমি ধবংসCina: praterie mongole distrutte dalle attività minerarie
2মঙ্গোলিয়ার অভ্যন্তরে উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি অন্যতম প্রাকৃতিক বিশাল তৃণভূমি হুলুনবুইর, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর বিস্তীর্ণ চারণভূমি, বনভূমি, নদী এবং লেক; যেখানে মঙ্গোলিয়ার রাখালেরা তাদের গরু ও ভেড়া চড়ায়।La prateria di Hulunbuir, situata a nord-est della Mongolia interna, offre bellissimi scenari di vaste praterie, foreste, fiumi e laghi dove i pastori mongoli radunano il loro bestiame e le pecore.
3এটি একটি বিখ্যাত দর্শনীয় স্থান।È anche un famoso luogo turistico.
4যাহোক, ভূপৃষ্ঠের উপরিতলের খুব কাছের একটি খনি থেকে কয়লা উত্তোলনের ফলে এই চারণভূমি দ্রুত ধবংস হয়ে যাচ্ছে।Tuttavia, a causa dell'estrazione di carbone vicino alla superficie del terreno, la prateria viene erosa rapidamente.
5হুলুনবুইর তৃণভূমির ধবংসLa scomparsa della prateria di Hulunbuir
6সাংঘাই ভিত্তিক একজন মাইক্রো ব্লগার, বাওয়ি ১২ ই সেপ্টেম্বর,২০১২ তারিখে তার ওয়েবে কিছু ছবি পোস্ট [জেডএইচ] করেছেন এবং অন্যদের এই বিষয়টিতে নজর দিতে আহবান জানিয়েছেনঃIl 12 settembre 2012, Baoyi, un micro-blogger, ha pubblicato [zh, come gli altri link] alcune foto su Weibo, richiamando l'attenzione generale: Questo articolo è stato cancellato molte volte, per favore aiutatemi a inoltrarlo rapidamente.
7খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হুলুনবুইর তৃণভূমি ধবংস। বাওয়ির ওয়েব ছবিLa prateria di Hulunbuir è una delle praterie più conosciute al mondo.
8এই পোস্টটি অনেকবার মুছে ফেলা হয়েছিল, অনুগ্রহ করে এটি দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করুন। হুলুনবুইর তৃণভূমি পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত তৃণভূমি।Ci sono più di 120 tipi di erba in questo pezzo di terra, tra cui erba da pascolo, frumento, erba medica e graminacee.
9এখানে ১২০ প্রকারেরও বেশি ঘাস রয়েছে।Ecco perché è conosciuta come il “regno del pastore”.
10এদের মধ্যে রয়েছে মিডও, গম, আলফালফা এবং স্পিয়ার ঘাস। এই কারণে এটি “রাখালের পিতল সাম্রাজ্য” নামে পরিচিত।In estate è anche una località turistica, dove si possono ammirare cielo azzurro, terre verdi e pastori che cavalcano liberamente su cavalli in un enorme spiazzo di terra.
11গ্রীষ্মের সময় এটি একটি দর্শণীয় স্থানও বটে, যখন আপনি দেখতে পাবেন নীল আকাশ, সবুজ প্রান্তর এবং বিশাল ভূমিতে মুক্তভাবে রাখালের ঘোড়া চড়ানোর দৃশ্য।Tuttavia, l'industria per l'estrazione del carbone sta distruggendo tutto qui. La prateria di Hulunbuir distrutta dalle attività di estrazione del carbone.
12যাহোক, কয়লা উত্তোলন শিল্পটি সবকিছু ধবংস করে দিচ্ছে।Foto di Baoyi su Weibo.
13বিখ্যাত ব্লগার ঝাই মিং লেই আলোচনায় [জেডএইচ] অংশ নিয়েছেন:Zhai Ming Lei, un noto blogger, si unisce alla discussione:
14এটা খুবই বেদনাদায়ক।Tutto ciò è veramente drammatico.
15মঙ্গোলিয়ার অভ্যন্তরে যে দু'টি তৃণভূমি আছে তার মধ্যে একটি হছে হুলুনবুইর তৃণভূমি (অন্যটি হচ্ছে এক্সিলিন গল)।La prateria di Hulunbuir è uno dei due pezzi di praterie rimaste nella Mongolia interna (l'altra è Xilin Gol).
16এটা ভালোভাবে সংরক্ষিত ছিল।È stata ben mantenuta.
17এখানে কয়লা খনি উত্তোলনের নির্দেশ কে দিয়েছে?Chi ha deciso di estrarre il carbone qui?
18এটা বোকার মতো সিদ্ধান্ত।È una decisione stupida.
19কর্তৃপক্ষ কিভাবে এমন একটি মূল্যবান চারণভূমি ছেড়ে দিয়ে একটি ছোট দ্বীপের পেছনে এতোটা শ্রম দিচ্ছে? (দিয়াওয়ু দ্বীপ নিয়ে দ্বন্দ্বের প্রতি ইঙ্গিত করে)।Come possono le autorità abbandonare un pezzo di prateria così prezioso, ma spendere così tanta energia per una piccola isola [riferendosi al conflitto dell'isola di Diaoyu].
20ঝাই তৃণভূমির পরিবেশের ভারসাম্যের অবস্থা ব্যাখ্যা করেছেন এভাবেঃZhai spiega le condizioni della prateria:
21এটা কিভাবে হতে পারে যে, আমরা তৃণভূমিটি খনন করতে পারি?Per quale motivo non si deve scavare la prateria?
22এখানে মাটির উপরিভাগ খুবই পাতলা, যথাসম্ভব ০. ৫ মিটার।Lo strato più superficiale del terreno è molto sottile, 0,5 metri.
23মাটির নিচে প্রাচীনকাল থেকে সমুদ্রতল থেকে আসা বালির স্তর।Sotto il terreno c'è uno strato di sabbia appartenente all'antico letto dell'oceano.
24এ কারণেই তৃণভূমিটি সহজেই বালুময় হওয়ার সম্ভাবনা রয়েছে।Ecco perché la prateria è facilmente soggetta a desertificazione.
25এটাকে রক্ষা করতে আমাদের সর্বপ্রকারের চেষ্টা করা উচিত ছিল।Abbiamo dovuto consumare tutte le nostre energie per proteggerla.
26খনি উত্তোলন কাজটি এখন বালুময়তা ও বালু ঝড়ের সম্ভাবনাকে আরও দ্রুত ঘটতে সাহায্য করবে।E ora le attività di estrazione aumenteranno la rapidità della desertificazione e le tempeste di sabbia.
27সরকারী কর্মকর্তারা কি সবাই মৃত?I funzionari del governo sono tutti morti?
28এটা কিভাবে হতে পারে যে কেউ এই ব্যাপারটা নিয়ে কাজ করছে না?Come mai nessuno si sta preoccupando di ciò che accade?
29তিনি আরও বলেছেনঃE aggiunge:
30প্রাচীনকাল থেকে মঙ্গোলীয়রা কখনও তাদের ভূমি খনন করেনি।I mongoli non hanno mai scavato la loro terra, sin dai tempi antichi.
31তারা পানির জন্য কখনও কুয়াও খনন করেনি।Non scavano nemmeno pozzi per prendere l'acqua.
32তারা এই ভূমিকে তাদের মা এবং আকাশকে তাদের বাবা বলে মনে করে এবং তারা তাদের ভূমি কখনও খনন করবেনা।Considerano la terra come la loro madre e il cielo come il loro padre, e non scaveranno mai la loro terra.
33তারা এমনকি কোনো লতাপাতার শেকড়ও নষ্ট করেনা।Non mangiano nemmeno le radici di alcun tipo di vegetazione.
34খনি উত্তোলন কাজ যে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ ধবংস করছে তাই নয় বরং আমাদের সংস্কৃতির ওপর একটি আক্রমণ।Le attività di estrazione non solo distruggono l'ambiente naturale, ma rappresentano anche un'invasione culturale.
35(ইতিহাসের পেছনের দিকে ফিরে তাকালে দেখা যাবে, সিনো-জাপানিজ যুদ্ধের সময় যখন জাপানি সৈন্য বাহিনী মানচুরিয়া আক্রমন করেছিল এবং তারা উদ্বিগ্ন ছিল যে চীনা সৈন্যবাহিনী লেকের পানিতে বিষ মিশিয়ে দিতে পারে, তখন তারা কুয়াটি খনন করেছিল।(Se guardiamo indietro nella storia, il primo pozzo venne aperto durante la guerra sino-giapponese, quando l'armata giapponese invase la Manciuria ed era preoccupata che l'armata cinese potesse avvelenare il lago.
36যুদ্ধের সময়ের চেয়ে এখন পরিস্থিতি আরও খারাপ)।Ora la situazione è ancora peggiore di quella in tempi di guerra.)
37তৃণভূমিতে এই নির্বুদ্ধিতা বন্ধ করুন।Fermate il crimine nella prateria!