Sentence alignment for gv-ben-20120223-22951.xml (html) - gv-ita-20120224-54605.xml (html)

#benita
1দক্ষিণপূর্ব এশিয়ার তিন চাকার যানSud-est asiatico: veicoli a tre ruote per ogni uso e situazione
2টুকটুক, বেকা, কুলিগিলিগ, ট্রাইশো, পেডিক্যাব, বেচাক, ট্রাইসাইকেল, এগুলো হচ্ছে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের বিখ্যাত সব তিন চাকার যান।Tuktuk, Beca, Kuliglig, Trishaw [en, come i link successivi], Pedicab, Becak, Tricycle: sono questi i nomi dei famosi veicoli a tre ruote comuni nel Sud-est asiatico.
3এগুলোকে এখানকার শহরের রাস্তা দেখা যায়, কিন্তু এই সমস্ত এলাকার সরকার সমূহ এখন শহরের প্রধান প্রধান রাস্তায় এই অদ্বিতীয় তিন চাকার যান (পেডিক্যাব) এবং যন্ত্র চালিত রিকশা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে।Si possono vedere nelle vie dei centri urbani, pur se in molte situazioni le autorità locali stanno tentando di bandire questi onnipresenti tricicli motorizzati e non dalle strade principali.
4ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনের রাস্তায় ব্যাগ ছিনতাই প্রতিরোধক সহ সজ্জিত টুকটুক।Un Tuktuk equipaggiato con rete-antifurto per bagagli a Phnom Penh, Cambogia.
5ছবি ক্যাসি নেলসনেরFoto di Casey Nelson
6ক্যাম্বোডিয়ার কাম্পাট নামক এলাকায় টুকটুকে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে।Mucca su un Tuktuk a Kampot, Cambogia.
7ছবি টেল ফ্রম এন এক্সপ্যাট-এর।Tuktuk con protezione dalla pioggia.
8বৃষ্টির হাত থেকে টুকটুককে রক্ষার জন্য বিশেষ আচ্ছাদন।Foto dalla pagina Flickr di anuradhac.
9ছবি অনুরাধাক-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া।Tuktuk in Tailandia.
10সিসি লাইসেন্স-এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।Foto dalla pagina Flickr di Blue Funnies.
11থাইল্যান্ডের টুকটুক।Tuktuk in Laos.
12ছবি ব্লু ফানিজ-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া।Foto dalla pagina Flickr di Luluk.
13সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Kuliglig, tricicli motorizzati a Manila.
14লাওসের টুকটুক, ছবি লুলুক-এর ফ্লিকারের পাতা থেকে নেওয়া।
15সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Foto da Flickr di gino.mempin.
16ম্যানিলার কুলিগিলিগ বা যান্ত্রিক তিন চাকার যান, ছবি জিনো. মেমপিন-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া।L'Amministrazione di Manila vuole impedire ai Kuliglig di circolare per le strade della città.
17সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Foto da Flickr di Siopao Master.
18ম্যানিলার পৌর কর্তৃপক্ষ এখন শহরের রাস্তা থেকে কুলিগিলিগ উঠিয়ে দিতে চায়।
19ছবি সিওপাও মাস্টার-এর।Triciclo a Dumaguete, Filippine.
20সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Foto dell'autore.
21ফিলিপাইনসের ডুমাগুয়েটার তিন চাক্কার যান।Tricicli motorizzati per percorsi collinosi, Pagadian, Filippine.
22ছবি লেখকের।Foto dell'autore.
23ফিলিপাইনসের পাগাডন নামক পাহাড়ি এলাকার জন্য বিশেষ প্রযুক্তির তিন চাকার যান। ছবি লেখকের।E-Tuktuk, i cui pezzi di ricambio sono prodotti in Tailandia, arriverà presto in Europa.
24ই-টুকটুক, যার খুচরা যন্ত্রাংশ থাইল্যান্ডে তৈরি হচ্ছে, শীঘ্রই তা ইউরোপে এসে হাজির হবে।Nel frattempo gli E-Trike sono stati lanciati lo scorso anno nelle Filippine.
25এদিকে গত বছর ফিলিপাইনস-এ, ই-ট্রাইক নামক তিন চাকার যান চালু করা হয়েছে।Utilizzano batterie agli ioni di litio usate comunemente nei computer portatili e nei telefoni cellulari.
26নিচে ফিলিপাইনস-এর ডাভাও সিটিতে চালু হওয়া ই-টুকটুক- এর ছবি, যা জীবাশ্ম জ্বালনি ব্যবহার-এর পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্য চালু করা হয়েছে।Nell'immagine qui sotto un E-Trike a Davao City nella parte sud delle Filippine: il suo uso viene favorito per ridurre il consumo di combustibili fossili:
27ছবি কার্লোস মানলুপিগেরFoto di Karlos Manlupig
28মালয়েশিয়ার পেনাং-র ভ্রমণ করার সময় জান শিম, বেকা বা রিকশায় চড়েছেন,Jan Shim ha usato un Beca per visitare Penang, Malesia:
29পেনাং দেখার বেশ কয়েকটি উপায় রয়েছে, আর এর মধ্যে কৌতূহল জনক এক উপায় হচ্ছে তিন চাকার যানে করে ঘোরা, যা স্থানীয়ভাবে বেকা বা রিকশা নামে পরিচিত।Ci sono molti modi di visitare Penang: uno dei più stimolanti è a bordo di un trishaw.
30এটা পরিবহনের একটা ভালো উপায় , যার মধ্যে দিয়ে ফেরির যাত্রীরা অবসরে শান্তি মত পেনাং-এর রাস্তায় ঘুরে সময় কাটাতে পারে।Conosciuto come beca o rickshaw, è un bizzarro mezzo per trasportare a piacevole velocità passeggeri nelle strade di Penang.
31মালয়েশিয়া সাইকেল রিকশা (মালয় ভাষায় বেকা) ক্রমশ পায়ে টানা রিকশার জায়গায় দখল করে নিচ্ছে।In Malesia, i risciò tirati a piedi sono stati gradualmente rimpiazzati da quelli spinti a pedali (beca in Malese).
32দ্রুত শহরায়ণ, ৭০ -এর দশকে সাইকেল রিকশা শহরগুলোতে একচেটিয়া ভাবে চলত।Erano ovunque nelle città fino agli anni 70.
33এরপর থেকে দ্রুত শহরায়ণ-এর ফলে আরো কার্যকর গণ পরিবহনের দাবী বাড়তে থাকে, যার ফলে সাইকেল রিকশার পরিমাণ ক্রমশ কমতে থাকে।Poi la rapida urbanizzazione ha richiesto mezzi pubblici di trasporto più efficienti ed essi sono gradualmente diminuiti di numero.
34আজকের দিনে মূলত পর্যটন এলাকাগুলোতে পায়ে টানা রিকশা দেখা, যা পর্যটকদের আকর্ষণ করার জন্য চলছে, মালাক্কা, পেনাং, কেলানতান এবং তেরেংগানু এলাকায় এগুলো দেখা যায়।Oggi sono per lo più una attrazione turistica e pochi circolano in Malacca, Penang, Kelantan e Terengganu.
35ইন্দোনেশিয়ার বেকাক।Becak in Indonesia.
36ছবি অরজিনাল নোমাডের ফ্লিকারের পাতা থেকে নেওয়া।Foto dalla pagina Flickr di Original Nomad.
37সিসি লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে এম-এক্সপ্লোরার ইন্দোনেশিয়ার সিয়ানতার শহরের প্রাচীন মোটর সাইকেল পেডিক্যাব সিয়ানতার সম্বন্ধে লিখেছে।M-Explorer racconta del Pedicab Siantar, un un vecchio triciclo motorizzato a Siantar in Indonesia.
38এডউইন ইন্দোনেশিয়ার এক আলাদা রকমের পেডিক্যাব সম্বন্ধে লিখেছে।Edwin descrive i modelli di tricicli caratteristici dell'Indonesia.
39এনচ্যান্টিং ইডেন উল্লেখ করেছে যে আধুনিক যান এসে বেকা নামক যানটিকে হটিয়ে দিচ্ছে।Enchanting Eden osserva infine che i Becak stanno per essere sostituiti da veicoli più moderni:
40যখন বেকা শহরে আগমন ঘটে তখন এগুলো ছিল খুব আলাদা এক ধরনের যান, এ কারণে দ্বীপরাষ্ট্রের শহরের পৌরসভাগুলো এগুলোর পুরোনো অবস্থা এবং অমানবিক প্রকৃতির দেখে এগুলোকে নিষিদ্ধ করে, তার বদলে থাইল্যান্ডের টুকটুকের মত যান্ত্রিক ট্রাইকস চালু করে।I Becak stanno velocemente diventando un oggetto in via di estinzione, poiché l'Amministrazione dell'Arcipelago li sta mettendo al bando per la loro natura antiquata e poco “umana” per la fatica che richiede; li rimpiazza con veicoli motorizzati simili ai tuk -tuk tailandesi.
41এটা একটা পরিহাসের বিষয় যে যখন ইন্দোনেশিয়া এই ঘটনা ঘটেছে তখন বাকী বিশ্ব, বিশেষ করে উন্নত দেশসমূহে “ পরিবেশ বান্ধব যুক্ত যে কোন কিছু গ্রহণ করেছে, তারা নতুন করে ভিন্ন চেহারার পেডিক্যাব গ্রহণ করছে।È ironico che mentre ciò avviene in Indonesia, il resto del mondo, in particolare i Paesi sviluppati che perseguono politiche di sviluppo delle energie verdi, sta reintroducendo i tricicli non motorizzati nelle più diverse forme. (Dove non diversamente indicato, le foto sono riprese in base alla licenza Creative Commons)