Sentence alignment for gv-ben-20110116-14810.xml (html) - gv-ita-20110111-28950.xml (html)

#benita
1দক্ষিণ আফ্রিকা: সংশোধনমূলক ধর্ষণ এক ধরনের ঘৃণাযুক্ত অপরাধSudafrica: lo “stupro correttivo” è un reato contro la persona, e va duramente perseguito
2সংশোধনমূলক ধর্ষণ অপরাধমূলক একটা ব্যাপার, যেখানে পুরুষরা সমকামী নারীদের ধর্ষণ করেন তাদের যৌন পছন্দ ঠিক করার অভিপ্রায়ে।Lo stupro correttivo [en, come tutti gli altri link eccetto ove segnalato] è una pratica criminale, in cui gli uomini stuprano donne lesbiche, presumibilmente come mezzo per “curarle” da tale rientamento sessuale.
3যদিও দক্ষিণ আফ্রিকা বিশ্বের প্রথম দেশ যেখানে যৌনতার উপরে ভিত্তি করে বৈষম্য নিষিদ্ধ, এটি আফ্রিকার প্রথম রাষ্ট্র যেখানে সম যৌনতার মধ্যে বিবাহ আইনসিদ্ধ আর বিশ্বের প্রথম প্রজাতন্ত্র যেখানে সমকামী নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করা হয় জীবনের সব ক্ষেত্রে (যার মধ্যে দত্তক নেয়া আর সেনাবাহিনীর কাজ আছে), তবুও সে দেশে সংশোধনমূলক ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে।Nonostante il Sudafrica sia stato il primo Paese al mondo a bandire la discriminazione basata sull'orientamento sessuale, il primo Paese africano a legalizzare i matrimoni tra persone dello stesso sesso e la prima repubblica al mondo a garantire ai cittadini LGBT parità di diritti in tutti gli ambiti della vita (compresa l'adozione e il servizio militare), i casi di stupro correttivo sono in continuo aumento.
4লুলেকি সিজিওয়ে দক্ষিন আফ্রিকার একটা দাতব্য প্রতিষ্ঠান যা সংশোধনমূলক ধর্ষণের শিকার নারীদের উদ্ধার করা, খাওয়া আর যত্ন নেয়ার কাজ করে।Luleki Sizwe è un'organizzazione benefica sudafricana che opera per salvare, sostenere, nutrire e curare le superstiti di stupri correttivi.
5সামাজিক কর্মী ডুমি ফুন্ডা ২০০৭ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তার সঙ্গী সংশোধনমূলক ধর্ষণ শিকার হওয়ার পরে।L'organizzazione è stata fondata nel 2007 dall'attivista Ndumie Funda, la cui fidanzata era rimasta vittima di uno stupro correttivo.
6লুলেকি সিজিওয়ে অনুসারে কেপ টাউনে সপ্তাহে অন্তত ১০টি সম্মিলিত ধর্ষণের ঘটনা ঘটে:Secondo Luleki Sizewe, a Città del Capo avvengono almeno 10 stupri di gruppo alla settimana:
7কেবলমাত্র কেপ টাউনেই প্রতি সপ্তাহে ১০ জন সমকামী নারীকে ধর্ষণ বা দলীয়ভাবে ধর্ষণ করা হয়।Secondo l'organizzazione, ogni settimana, solo a Città del Capo, vengono violentate, anche da gruppi, più di 10 lesbiche.
8দক্ষিণ আফ্রিকাতে প্রতিদিন ১৫০ জন নারী ধর্ষিত হন আর গত এক দশকে ৩১ জন সমকামিকে হত্যা করা হয়েছে তাদের যৌন পছন্দের জন্য।150 donne vengono violentate ogni giorno in Sudafrica e negli ultimi dieci anni 31 lesbiche sono state assassinate a causa della loro sessualità.
9প্রতি বছর দক্ষিন আফ্রিকাতে ৫১০ জন নারী ‘সংশোধনী ধর্ষণের' শিকার হওয়ার কথা জানান।Ogni anno 510 donne riferiscono di essere state vittime di ‘stupro correttivo' in Sudafrica.
10লুলেকি সিজোয়ে চেঞ্জ. অর্গে একটা পিটিশন এর আয়োজন করেন দক্ষিণ আফ্রিকার বিচার মন্ত্রী জেফ্রি রাদাবেকে লক্ষ্য করে যেখানে তিনি দক্ষিণ আফ্রিকার সরকারের প্রতি আহ্বান জানান ‘সংশোধনী ধর্ষণ'কে ঘৃণা-অপরাধ হিসাবে জানিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা!Luleki Sizwe ha lanciato una petizione su change.org diretta al Ministro della Giustizia sudafricano Jeffrey Radebe perchè richieda al governo sudafricano di dichiarare lo “stupro correttivo” un hate crime, reato contro la persona punibile con le pene più severe.
11এই লেখার সময়ে ৬৩,৯৯৪ টি সই জমা পড়েছিল। এই পিটিশন চেঞ্জ.Al momento della stesura di questo post il documento contava 63.994 firme.
12অর্গের সব সময়ের সব থেকে জনপ্রিয় পিটিশনে পরিণত হয়েছে:La petizione è diventata la più popolare di tutti i tempi su Change.org:
13এটা চেঞ্জ. অর্গের সব থেকে জনপ্রিয় পিটিশন এখন!Questa è la petizione più popolare di tutti i tempi su Change.org!
14কিন্তু এর সাড়াতে মন্ত্রী কি করেছেন?E cosa ha fatto il ministro in risposta?
15একেবারেই কিছু না।Assolutamente niente.
16এটার এখন পরিবর্তন হতে চলেছে, নতুন একটা পিটিশনের মাধ্যমে মন্ত্রী রাদেবেকে আহ্বান জানানো হবে লুলেকি সিজোয়ের প্রতিষ্ঠাতা ডুমে ফুন্ডার সাথে সাক্ষাতের।Ma qualcosa sta per cambiare, con una nuova petizione che invita il ministro Radebe a incontrarsi con la fondatrice di Luleki Sizwe, Ndumie Funda.
17‘সংশোধনী ধর্ষণ' প্রচারণার উপরে নিয়মিত আপডেটের জন্য দয়া করে মানবাধিকার আন্দোলনের ফেসবুক আর টুইটার পাতায় যোগ দিন আর নিয়মিত এগুলো দেখার চেষ্টা করেন।Per aggiornamenti sulla campagna ‘stupro correttivo' basta seguite regolarmente la pagina dei Diritti Umani su Facebook e Twitter.
18বহুল প্রচারিত একটা ধারনা আছে যে সমকামিতা অআফ্রিকান জিনিষ আর এটা নির্মূল করা দরকার:Sembra esserci un'ampia convinzione che l'omosessualità “non sia africana” e vada abolita:
19তবে বহুল প্রচারিত একটা ধারনা আছে যে সমকামিতা ‘অআফ্রিকান' জিনিষ, ‘অআফ্রিকান ‘হওয়ার ব্যাপারটা একটা নৈতিক আর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গী লুকিয়ে আছে যে আফ্রিকান সমাজ কোনভাবে আলাদা আর পশ্চিমা আর ইউরোপের আমদানী হিসাবে যাকে দেখা হয় তা থেকে নিরাপদ মনে করে নিজেকে।Tuttavia, vi è una diffusa convinzione che l'omosessualità “non sia africana”; l'affermazione di ‘unAfricanness‘ nasconde una visione morale e culturale per cui le società africane sono in qualche modo uniche e immuni a ciò che viene percepita come un'importazione occidentale ed europea.
20নিয়মতান্ত্রিকভাবে এতো বছর ধরে আফ্রিকার নেতারা সমকামিতাকে খারাপ প্রতিপন্ন করার ফল এইসব ধারনাকে জাগিয়ে রেখেছে, যা সংস্কৃতি আর ঐতিহ্যের মধ্যে গভীরভাবে গ্রথিত।La denigrazione sistematica dell'omosessualità da parte di diversi leader africani nel corso degli anni ha alimentato queste percezioni, che sono ormai profondamente radicate nella cultura e tradizione.
21দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইউডি সিমিলেন গণ ধর্ষণের পরে খুন হন ২০০৮ সালে।Eudy Simelane, stella della squadra nazionale di calcio sudafricana, è stata violentata e poi uccisa da un gruppo nel 2008.
22থাথো এমপিথি এই অপরাধের দায়িত্ব স্বীকার করেন আর তাকে ৩২ বছরের জেল দেয়া হয় যা সংশোধনী ধর্ষনের ক্ষেত্রে সব থেকে সফল বিচার এই পর্যন্ত।Thato Mpithi si è dichiarato colpevole ed è stato condannato a 32 anni di carcere, in uno dei casi di maggior successo contro lo stupro correttivo:
23সমকামী কর্মী আর ভূতপূর্ব বানিয়ানা বানিয়ানা দলের খেলোয়াড় ইউডি সিমেলানকে হত্যা মামলার দীর্ঘ প্রতিক্ষিত বিচার আজকে অনুষ্ঠিত হয় ডেল্মাস খুম্বুলানে মাগাগুলায়।La sentenza tanto attesa nel processo per omicidio dell'attivista lesbica ed ex calciatrice Banyana Banyana, Eudy Simelane, è arrivata oggi a Delmas.
24জোহানেস মাহালুঙ্গা আর থেম্বা ভুবু চুরির অভিযোগে বিচারের সম্মুখীন হন আর এর সাথে যুক্ত হয় বাড়তে থাকা পরিস্থিতি, ধর্ষন আর হত্যা সিমেলানের।Khumbulane Magagula, Johannes Mahlangu e Themba Mvubu hanno affrontato le accuse di rapina con circostanze aggravanti, stupro e omicidio di Simelane.
25থাতো এমপিথি একই অপরাধে ৩২ বছরের জেলের সাজাপ্রাপ্ত হন ফেব্রুয়ারী ২০০৯ সালে।Nel febbraio 2009 Thato Mphiti è stato condannato per gli stessi reati a 32 anni di reclusione.
26দক্ষিন আফ্রিকার বিচার ব্যবস্থা ভুক্তভোগীদের নিরাশ করছে অপরাধীদের অদ্ভুত কম জরিমানাতে ছেড়ে দিয়ে:Il sistema di giustizia sudafricano è accusato di non rendere giustizia alle vittime lasciando liberi i colpevoli con cauzioni ridicolmente basse:
27গত মাসে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ আন্দিলে এনকোজাকে ছেড়ে দেয়। এই ব্যক্তি মিলিসেন্ট গাইকাকে (ছবিতে) ধর্ষণ, মারধোর আর পাঁচ ঘন্টা ধরে শ্বাসরোধ করেছেন তাকে সমকামিতা থেকে ঠিক করার জন্য।Il mese scorso le autorità sudafricane hanno rilasciato Andile Ngcoza, un uomo che ha violentato, picchiato e strangolato per cinque ore, senza ucciderla, Millicent Gaika (nella foto) con lo scopo di ‘raddrizzarla', in un caso che è stato approfonditamente riportato da Change.org.
28এই কেসটি চেঞ্জ.
29অর্গ বেশ ভালোভাবে কভার করেছে। এনকোজাকে ৬০ র‍্যান্ড জরিমানাতে ছাড়া হয়, যার মূল্যমান ১০ ডলার এর থেকেও কম।Ngcoza è stato rilasciato su una cauzione di 60 Rand, l'equivalente di meno di 10 dollari.
30এর ফলে ডুমি ফুন্ডা লুকাতে বাধ্য হয়েছেন, কারন তিনি মিলিসেন্ট গাইকাকে সাহায্য করেছিলেন।Questo ha portato Ndumie Funda, che aveva aiutato Millicent Gaika a riprendersi dallo stupro e aveva sostenuto il suo caso, a vivere ora in clandestinità.
31লেসেগো থাওয়ালে বির্তক করেছেন যে আন্তর্জাতিক আইন অনুসারে নারীদের দেয়া মূল মানবাধিকার লঙ্ঘন করা হয় সংশোধনী ধর্ষনের ফলে:Lesego Tlhwale sostiene che lo stupro correttivo privi le donne dei loro diritti umani fondamentali sanciti nel diritto internazionale:
32দক্ষিণ আফ্রিকা সমকামী নারীদের বিরুদ্ধে অত্যাচারের ক্ষেত্রে সংশোধনী ধর্ষণের নামে মহামারির মতো অবস্থা, এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় অন্য যৌনতার লোক দ্বারা নারীদের উপরে অত্যাচারের জন্য তাদের যৌন পছন্দ ‘সংশোধনের' জন্য।Il Sudafrica deve affrontare una pandemia di violazioni contro le donne lesbiche chiamata Stupro Correttivo, questa forma di violazione è utilizzata per brutalizzare le donne da parte dei membri del sesso opposto come un mezzo per ‘correggerne' l'orientamento sessuale.
33এই নোংরা প্রচলন কেবলমাত্র নারীদের অত্যাচার করে তাই না বরং তাদের নূন্যতম মানবাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে যা তাদেরকে দেয়া হয়েছে আর্ন্তজাতিক আইন আর আফ্রিকার চার্টারের মাধ্যমে।Questa pratica vile non solo viola le donne, ma le priva anche dei loro diritti umani fondamentali, sanciti nella Carta africana dei diritti umani e dei popoli e in altre leggi internazionali.
34মাইকেল জোনস বির্তক করেছেন যে এই অভ্যাসকে ঘৃণা অপরাধ বলা উচিত:Michael Jones sostiene che questa pratica dovrebbe essere considerata un reato contro la persona:
35যদি ‘সংশোধনী ধর্ষণ' কথাটা আপনার কাছে কষ্টদায়ক মনে হয়, তাহলে তাই হওয়া উচিত।Se la frase “stupro correttivo” ti suona male, dovrebbe.
36এটা নিষ্ঠুর একটা ধারনা যেখানে ঠিক মানুষেরা মনে করেন যে সমকামীদের চিকিৎসা করা যায় জোর করে সঙ্গমের মাধ্যমে।E' un concetto brutale per cui la gente crede che le persone LGBT possano essere “curate” attraverso il sesso forzato.
37দক্ষিণ আফ্রিকাতে এই ব্যবস্থা বেশ ছড়িয়ে পড়েছে আর ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে সমকামী সমাজের প্রতি, আর প্রতি সপ্তাহে ১০টা করে নতুন সংশোধনী কেসের কথা রিপোর্ট করা হচ্ছে।La pratica è diventata sistematica e diffusa in Sudafrica, in particolare contro la comunità lesbica, con più di dieci nuovi casi di stupro correttivo che vengono segnalati ogni settimana.
38আর এটা কেবলমাত্র কেপ টাউনে।E questo solo a Città del Capo.
39কিন্তু এর ঘৃণা আর নোংরা স্বভাব সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকাতে সংশোধনী ধর্ষণকে ঘৃণা অপরাধ হিসাবে দেখা হয়না।Eppure, nonostante la sua natura odiosa e vile, lo stupro correttivo non è considerato un ‘hate crime' in Sudafrica.
40আর এটাই ছোট কিন্তু জোরালো কণ্ঠের নারীদের একটা দল পাল্টাবার চেষ্টা করছেন।E' proprio questo che un piccolo, ma coraggioso, gruppo di donne vuole cambiare.
41দক্ষিন আফ্রিকাতে সংশোধনী ধর্ষণ আসলে কৃষ্ণাঙ্গের সাথে কৃষ্ণাঙ্গের অপরাধ যা সাধারণত ছোট, দরিদ্র শহরতলীতে সংগঠিত হয়, জানিয়েছেন প্যাট গ্রিফিন:Lo stupro correttivo è prima di tutto un crimine intra-razziale in Sudafrica perpetrato in piccoli comuni poveri, nota Pat Griffin:
42দু:খজনকভাবে, ‘সংশোধনী ধর্ষণ' কালোর উপরে কালোর অপরাধ যা দক্ষিণ আফ্রিকার ছোট, দরিদ্র শহরতলীতে সংঘটিত হয় যেখানে ধর্ষণকারী আর নারীরা প্রায়শই একে অপরের পরিচিত হয়ে থাকেন।Purtroppo, lo “stupro correttivo” è prima di tutto un crimine intra-razziale in Sudafrica perpetrato in piccoli comuni poveri, dove gli stupratori e le donne colpite spesso si conoscono.
43ধর্ষণকারীদের খুব কম ক্ষেত্রে সাজা হয় আর নারীদের এই সম্ভাবনার মধ্যে থাকতে হয় যে তারা তাদের ধর্ষণকারীদের দেখবে বা তাদের দ্বারা নিগৃহীত হবেন আর ভীতি প্রদর্শন করা হবে তাদের দ্বারা আক্রমণের পরেও।Gli stupratori vengono raramente puniti e le donne devono vivere con la probabilità di vedere ancora i loro stupratori o di sentirsi insultate e minacciate anche dopo l'attacco.
44যদিও দক্ষিণ আফ্রিকার প্রগতিশীল সংবিধান আছে যেখানে আইনি রক্ষার উপায় আছে সমকামী মানুষের জন্য, সমকামী মানুষের প্রতি ঘৃণা আর গোঁড়ামি এখনো বেশ ভালোভাবে জীবিত আছে।Anche se il Sudafrica ha una costituzione che prevede protezioni legali per le persone LGBT, l'odio e l'intolleranza verso le persone LGBT sono ancora vivi e vegeti.
45সব সময়ে অন্য সংস্কৃতিতে অন্যায়কে তুলে ধরাতে বিপদ থাকে।C'è sempre un pericolo nell'analizzare l'ingiustizia in un'altra cultura.
46এই বিপদ হচ্ছে নিজের সংস্কৃতির ব্যর্থতার সামনে আয়না না ধরতে পারা আর বাড়ির অন্যায় না চিনতে পারা।Il pericolo è quello di non riuscire a tenere uno specchio rivolto verso la propria e riconoscere le ingiustizie a casa propria.
47দক্ষিণ আফ্রিকাতে ‘সংশোধনী ধর্ষণ' নিয়ে লেখার ব্যাপারে আমার কারন হচ্ছে যুক্তরাষ্ট্রে পুরুষ সমকামিদের প্রতি গোঁড়ামিকে অবহেলা করা না বা সাদা সমকামিভীতির বদলে কাল সমকামিভীতিকে তুলে ধরা না।La mia intenzione nello scrivere sullo “stupro correttivo” in Sudafrica non è ignorare il bigottismo anti-gay che c'è negli Stati Uniti o concentrarsi sull'omofobia dei neri in contrasto con l'omofobia dei bianchi.
48তিনি জেরেমি স্ক্যাপের ১৬ মিনিটের একটা ভিডিওর লিঙ্ক পোস্ট করেছেন যা দক্ষিণ আফ্রিকাতে ‘সংশোধনী ধর্ষণ' নামে বিষয়ের উপরে জোর দিয়েছে।La blogger pubblica inoltre il link a un video di 16 minuti di Jeremy Schaap centrato sul fenomeno dello “stupro correttivo” in Sudafrica.
49জেমস কুইন অনুসারে, সম্প্রতি আমেরিকার একজন সেনা জেনারেল সংশোধনী ধর্ষণের প্রস্তাব করেছেন আমেরিকান সেনাবাহিনীর সমকামী সদস্যদের জন্য:Secondo James Quin, di recente un generale militare degli Stati Uniti ha proposto lo stupro correttivo per le lesbiche dell'esercito degli Stati Uniti:
50আপনি কি জানতেন যে সমকামীতা ধর্ষনের মাধ্যমে ঠিক হয়।Sapevate che il lesbismo può essere curato da uno stupro?
51এটা সত্যি দক্ষিণ আফ্রিকাতে।E' vero. In Sudafrica.
52সম্প্রতি আমেরিকার সেনা বাহিনীর একজন জেনারেল ইউএস সেনা নারীদের জন্য একই জিনিষের প্রস্তাব করেছেন।Recentemente un generale dell'esercito statunitense ha proposto la stessa cosa per le donne militari americane.
53এই পাগলামি বন্ধ করুন।Fermate la pazzia.
54২০১০ সালের নভেম্বর মাসে আফ্রিকান অ্যাক্টিভিস্ট ব্লগ মিলিসেন্ট গাইকার ব্যাপারে লিখেছেন যিনি তার ধর্ষণকারীর মুখোমুখি হয়েছেন আদালতে:Nel novembre del 2010 African Activist aveva raccontato del confronto tra Millicent Gaika e il suo stupratore in tribunale:
55মিলিসেন্ট গাইকাকে পাঁচ ঘন্টা ব্যাপী মারা আর ধর্ষণ করা হয় একজন পুরুষ দ্বারা যিনি বলেছেন যে ‘তাকে সঠিক নারীতে পরিণত করতে চাচ্ছেন'।Millicent Gaika è stata picchiata e violentata per cinque ore da un uomo che le aveva detto di volerla “trasformare in una donna”.
56এই সপ্তাহে, অসম্ভব সাহসের কাজ হিসাবে, মিলিসেন্ট আদালতে সাক্ষ্য দিয়েছেন তার ধর্ষণকারীর সামনে।Questa settimana, in un atto di straordinario coraggio, Millicent ha testimoniato in aula davanti al suo stupratore.
57আমেরিকার ইভান্জেলিক যারা আফ্রিকা ভ্রমণ করছেন ‘তাদের নোংরা অভিযোগ বন্ধ করা উচিৎ‘:Gli evangelisti statunitensi che girano l'Africa dovrebbero smettere di vomitare “le loro accuse-spazzatura negando il diritto di amare”:
58একই সময় যতদিন পর্যন্ত আমাদের আমেরিকা সরকার যৌন সমতার জন্যে আমাদের নিজেদের মরিয়া দাবি না শুনবেন, আর যতদিন পর্যন্ত আমেরিকার ইভাঞ্জেলিকান দানবরা আফ্রিকার মাটিতে যাবে তাদের নোংরা অভিযোগ জানানোর জন্য ভালোবাসার অধিকারকে অস্বীকার করে, আমরা জাতি হিসাবে মানবাধিকারের বিরুদ্ধে অপরাধে অপরাধী, কারন আমরা যদি ঘৃণা শেষ করার আহ্বান জানাতে নেতা হিসাবে আর যোগ্যতা না রাখি।Allo stesso tempo, fino a quando il nostro governo, proprio qui negli Stati Uniti, continua ad ignorare il nostro disperato appello all'uguaglianza, e fino a quando i demoni evangelici degli Stati Uniti sono lasciati liberi in terra africana di vomitare le loro accuse spazzatura negando il diritto di amare, noi come nazione siamo complici di crimini contro l'umanità, perché non siamo né leader qualificati per chiedere di porre termine all'odio, né siamo credibili per convincere Zuma e Mugabe e il resto dell'Africa dei pericoli di un tale odio.
59এটি উপমহাদেশ থেকে সংশোধন ধর্ষণের শিকারদের স্বীকারোক্তির একটা সংকলন থেকে উদ্ধৃত:Questo post raccoglie una serie di testimonianze sullo stupro correttivo dal continente, dove si legge fra l'altro:
60অক্টোবরে, আমি উগান্ডার রোলিং স্টোন নিয়ে লিখেছিলাম, একটা সংবাদপত্র যারা উগান্ডার কতিপয় নারী ও পুরুষ সমকামিদের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করেছিল এই কথাসহ ‘এদেরকে ফাঁসি দেন'।In ottobre ho scritto del Rolling Stone ugandese, un giornale che ha pubblicato i nomi, le immagini e gli indirizzi di gay e lesbiche in Uganda con le parole “Hang Them” [Impiccateli] di fianco alle fotografie.
61আমরা এই সিদ্ধান্তের অপেক্ষায় থাকাকালীন, এটা খুবই জরুরি দেখানো যে আফ্রিকাতে সমকামী মানুষের উপরে কি ধরনের অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে যার মধ্যে আছে সংশোধনী ধর্ষণের ভয়ঙ্কর সব ছবি , যেখানে নারীদের ধর্ষণ করা হয়, আর কিছু ক্ষেত্রে, এইচাইভি রোগে আক্রান্ত করা হয় আর/বা গর্ভবতী করা হয়।In attesa di tale decisione, è molto importante sottolineare come la crescente incidenza di violenza contro le persone omosessuali in Africa include la pratica grottesca dello stupro correttivo, in cui le donne vengono violentate, e in alcuni casi, infette da HIV e/o rese gravide.
62এই ঘটনার গুরুত্ব তুলে ধরে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ন কাহিনী - বেঁচে যাওয়া উগান্ডার মুগিশার শিলা হোপ আর দক্ষিণ আফ্রিকার মিলিসেন্ট গাইকার।Due storie importanti, che dimostrano la gravità di questo fenomeno provengono dalle sopravvissute Sheila Hope Mugisha in Uganda e Millicent Gaika del Sudafrica.
63গত বছর, দক্ষিণ আফ্রিকাতে বাড়তে থাকা সংশোধনী ধর্ষণের হিসাব দিয়ে একশন এইড ইউকে একটি গবেষণা প্রকাশ করেন।L'anno scorso, ActionAid UK ha pubblicato uno studio che documenta l'uso crescente dello stupro correttivo in Sudafrica.