# | ben | ita |
---|
1 | ইজরায়েল: “অ্যাশডোডকে যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে” | |
2 | গত ১০ নভেম্বরে গাজার হামাস বিদ্রোহীরা অ্যান্টি ট্যাংক মিসাইল ছোঁড়ে। | |
3 | আর এই মিসাইল গিয়ে পড়ে গাজা-ইজরায়েল সীমান্তে পাহারারত ইজরায়েলি সেনাবাহিনীর ওপর। | |
4 | এতে ৪ জন ইজরায়েলি সেনা আহত হয়। | Israele: “Ashdod è zona di guerra” |
5 | গাজায় বিমান আক্রমণের মধ্যে দিয়ে হামাসের মিসাইল হামলার বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দেয় ইজরায়েল। হামাস ও তার সহযোগীরাও পাল্টা জবার দেয় রকেট ছুঁড়ে। | Il 10 movembre i militanti palestinesi a Gaza [it, come i link successivi tranne ove diversamente segnalato] hanno lanciato un missile anticarro contro una pattuglia dell'IDF [Forze di Difesa Israeliane], stazionata sul versante israeliano del confine Gaza-Israele, ferendo quattro persone. |
6 | তবে সমঝোতার পর গাজা থেকে রকেট আক্রমণ একেবারেই বন্ধ হয়ে যায়। | |
7 | কিন্তু ইজরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত হন হামাসের সামরিক প্রধান আহমাদ আল জাবারি। | Israele ha prontamente risposto con una ferale incursione aerea su Gaza; Hamas e altri reparti della militanza palestinese hanno reagito con il lancio di missili e mortai. |
8 | এ ঘটনায় ক্ষুদ্ধ গাজার বিদ্রোহীরা তুমুল রকেট আক্রমণ শুরু করে। এর একটা গোলা গিয়ে পড়ে দক্ষিণ ইজরায়েলের শহর কিরয়াত মালাচিতে। | Dopo la negoziazione del cessate il fuoco e la quasi totale arresa del lancio di missili da parte di Gaza, i droni dell'IDF hanno assassinato il capo della forza militare di Hamas, Ahmed Jabari. |
9 | এতে একই পরিবারের তিনজন প্রাণ হারান। | I combattenti di Gaza, a loro volta, hanno contro-attaccato sparando una raffica di missili. |
10 | এর জবাবে ইজরায়েলি সেনাবাহিনীও গাজায় আক্রমণ করে। সাধারণ নাগরিকসহ মারা যায় ১৩ জন, আহত হয় একশরও বেশি মানুষ। | Uno di questi è esploso su di un edificio nella parte sud di Kiryat Malachi, uccidendo tre membri di una famiglia. |
11 | দক্ষিণ ইজরায়েলের যেসব ইজরায়েলি বসবাস করেন, তারা সবসময়-ই রকেট হামলার মধ্যে আছেন। | Gli attacchi dell'IDF su Gaza, invece, hanno ucciso almeno 13 persone, tra cui civili, e ferito più di 100 persone. |
12 | তারা রকেট হামলার মধ্যে তাদের দিনযাপনের অভিজ্ঞতার অনুভবগুলো অনলাইনে তুলে ধরেছেন। | Gli israeliani che risiedono nel sud del Paese, sotto la costante pioggia di missili, si fanno sentire online. |
13 | দক্ষিণের শহর বীর শিভার বাসিন্দা হাগিট ইশা ফেসবুকে নিচের পোস্টটি দিয়েছেন: | |
14 | আমি মা-বাবার কাছে যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে আসতে। | Hagit Eisha, residente della città meridionale di Be'er Sheva, condivide a sua esperienza [he] su Facebook: |
15 | এমন সময় চারটা মিসাইল এসে পড়লো। এর একটা পড়লো আমার একদম সামনেই। | Mi sto dirigendo dai miei genitori, a prendere mia figlia. |
16 | সতর্ক সংকেত, আলোর ঝলকানি আর ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। | Quattro missili sopra di me, e di fronte a me allarme, lampi di luce, tracce di fumo. |
17 | আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। | Sono terrorizzata. |
18 | ‘আমি মারা যাচ্ছি' বাবা-কে ফোন করে বললাম এই কথা। সে সময়ে বাবা আমাকে বোঝাচ্ছিলেন যেন আমি ১২ বছরের এক শিশু। | Urlo al telefono a mio padre che sono morta e di certo sta pensando di star parlando con una dodicenne. |
19 | তিনি আমাকে শান্ত করে বললেন, তিনি আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছেন। | Mi calma dicendomi che mi sta aspettando fuori casa e che l'IDF mi sta proteggendo e io urlo. |
20 | ইজরায়েলি সেনাবাহিনী আমাকে সুরক্ষা দিচ্ছে। তারপরও আমি ভয়ে কুঁকড়ে ছিলাম। | Sono risuonati numerosi allarmi da quel momento e il mio corpo sta ancora tremando. |
21 | সতর্ক সংকেত বাজছিল আর এদিকে আমার শরীর তখনো কাঁপছিল। | Volevo si mettesse una fine a questa esplosione di missili ma la guerra fa paura. |
22 | আমি তাদের রকেট হামলা বন্ধের আহবান জানাই। যুদ্ধ খুবই ভয়ংকর একটা ব্যাপার। | Gal Zohar Za'arur [he], che vive nel sud di Israele, propone questo messaggio [he] su Facebook: |
23 | দক্ষিণ ইজরায়েলের আরেক বাসিন্দা গল যোহার যারুর ফেসবুকে পোস্ট করেছেন: | |
24 | আমাদের পরিবারের সবারই বয়স বেশি। সবচে কমবয়সী যে তারও বয়স পনের। | Nella nostra famiglia siamo tutti adulti, il più giovane ha 15 anni. |
25 | মিসাইল আর সাইরেনের সতর্ক সংকেত আমাদের কাউকেই ভীত করেনি। | Tutta la storia degli allarmi e dei missili non ci disturba più di tanto. |
26 | সাইরেনের মানে পনের পর্যন্ত গুনতে থাকো আর ভালো থাকার আশা করো। | Il suono dell'allarme significa che conti fino a 15 e speri per il meglio. |
27 | শনিবার রাতে লাল রঙের সতর্ক সংকেত বন্ধের পর আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় ছিলাম। | Sabato sera ero a casa di una cara amica quando il sistema di allarme “red color [en]” [colore rosso] si è spento. |
28 | সতর্কতা জারির সময়ে তারা বোম্ব সেল্টারে (বোমা থেকে বাঁচার জন্যে আশ্রয়ে) ছিল। | Durante l'allerta si erano rifugiati nel bunker antimissile. Non sono più abituato a cercarlo, ma vi ci sono entrato anch'io con loro. |
29 | আমি অবশ্য এ সময়ে কোথাও যেতে অভ্যস্ত ছিলাম না। আমি দেখলাম তার ছোট ভাই ভয়ে তার মাকে জড়িয়ে ধরলো। | Ho visto il suo fratellino abbracciare la madre con terrore e per un momento mi sono chiesto perchè avesse così tanta paura e perchè non ci si fosse ancora abituato. |
30 | তখন আমার নিজের কাছে মনে হলো, সে এত ভয় পাচ্ছে কেন, সে কি এটাতে এখনো অভ্যস্ত হয়ে উঠেনি! | Un secondo dopo ho capito che l'assurdità non era avere paura, ma essersi assefuatti a tutto questo. |
31 | পরে আমি বুঝতে পেরেছিলাম, অযৌক্তিক বাস্তবতায় সে ভীত হয় নাই। আমি অবশ্য এসবে অভ্যস্ত ছিলাম। | Il parlamentare Ilan Gil'on [en], membro del partito pacifista Meretz, che vive ad Ashdod, ha pubblicato questa immagine [he] su Facebook, commentandola: “Scendo nel bunker con la mia nipotina Noya”. |
32 | অ্যাশডোডের অধিবাসী এবং ডোভিশ মেরেটজ পার্টির সদস্য এমকে আইলান গিলিয়ন ফেসবুকে নিচের ছবি পোস্ট করে লিখেছেন: আমার নাতনি নোয়া-কে নিয়ে নিরাপদ আশ্রয়ে [সেল্টারে] যাচ্ছি। | |
33 | অ্যাশডোডের আরেক অধিবাসী ডানা নিচের দুটি পোস্ট টুইট করেছেন: | Dana, anche lei residente ad Ashdod, ha pubblicato questi due messaggi [he] su Twitter: |
34 | সতর্কতা সংকেত বাজার আগেই পাঁচটা মিসাইল আঘাত হেনেছে। সবখানেই বিস্ফোরণ ঘটছে। | Almeno cinque boati senza che l'allarme sia stato risuonato, esplosioni da tutte le parti, Ashdod sembra una zona di guerra. |
35 | অ্যাশডোড যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। | L'Operazione Piombo fuso in confronto sembra una passeggiata nel parco. |
36 | এর তুলনায় অপারেশন কাস্ট লিড পার্কে হেঁটে যাওয়ার মতো ব্যাপার ছিল। | Una bimba di tre anni, ricciola, con le guanciotte rosa e paffute è uscita sulla tromba delle scale con un ombrello rosa a pois. |
37 | কোঁকড়ানো চুল, গোলাপি গাল আর গোলগাল চেহারার তিন বছর বয়সী এক পিচ্চি গোলাপি রঙের ছাতা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। | |
38 | আমার মা তাকে জিজ্ঞেস করলো, সে এটা কেন করছে। | Mia madre le ha chiesto il perchè. |
39 | সে জানালো, এটা আমাদের রক্ষা করবে। | Ha detto che l'ombrello ci avrebbe protetto. |
40 | কী সুপ্ত নির্ভারতা। | Beata innocenza. |
41 | ১৪ নভেম্বর ফেসবুকে নিচের ভিডিও তথ্যচিত্রটি দেয়া হয়েছে। | Questo video [he] documenta la raffica di missili lanciata su Be'er Sheva; pubblicato il 14 novembre su Facebook, è stato già condiviso oltre 4.700 volte. |
42 | ভিডিওতে দেখা যাচ্ছে, বীর শিভায় এলোপাথারি রকেট এসে পড়ছে। | Mentre molti israeliani, inclusi quelli che scrivono Twitter dai bunker, esprimono il loro completo sostegno all'IDF, altri sono assai critici nei confronti del governo. |
43 | ভিডিওটি ইতোমধ্যে ৪ হাজার ৭০০ বার শেয়ার হয়েছে। | Shirly Karavani, una residente della città di Ashkelon, ha scritto questo aggiornamento su Facebook [he], largamente condiviso: |
44 | বেশিরভাগ ইজরায়েলি, এমনকি যারা বোম্ব শেল্টারে রয়েছেন, তারা টুইট করে ইজরায়েলি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। | Ciao a tutti, sono una residente del sud del Paese, e nonostante quello che stanno dicendo molti sapientoni sui vari media, io ero completamente impreparata a tutto questo! |
45 | অনেকে আবার সরকারের সমালোচনা করেছেন। দক্ষিণের শহর আশকিউলনের বাসিন্দা শির্লি কারাভানি এই ফেসবুক আপডেটটি লিখেছেন। | E così erano la maggior parte dei miei vicini tra l'altro, soprattutto quelli che vivono nei quartieri più antichi e che non godono di nessuna protezione, perchè non hanno potuto permettersi la costruzione di un stanza bunker, che costa 7000 ILS. |
46 | এটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে: | Quindi piantatela per favore di comprenderci tra le “forze nazionali”. |
47 | সুধী, আমি দক্ষিণের বাসিন্দা। | Tutto quello che voglio è vivere in pace e crescere mia figlia. |
48 | তা সত্ত্বেও বলছি, অনেক স্মার্ট গাধা মিডিয়াতে বলেছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। | Sono certa che ci siano migliaia di madri come me su entrambi i lati del confine Israele-Gaza, anche centinaia di migliaia. |
49 | আমার বেশিরভাগই প্রতিবেশী, বিশেষ করে আমার পুরানো প্রতিবেশী তারা নিরাপদ নয়। | Siamo vittime dei leader di governo che non si impegnano a trovare una vera soluzione e hanno come unico scopo quello di rimanere al potere. |
50 | কারণ তারা বোম্ব সেল্টার তৈরি করতে পারেনি। | Bar Heffetz [he], che vive vicino al confine tra Gaza e Israele, ha scritto: |
51 | বোম্ব সেল্টার তৈরির মতো ৭০,০০০ টাকা (ইজরায়েলি মুদ্রায়) তাদের নেই। | Sono senza parole al pensiero che i miei figli siano le pedine di Bibi [Benjamin Netanyahu] e Barak [Ehud Barak] (rispettivamente Primo Ministro e Ministro della Difesa). |
52 | দয়া করে তাই আমাদের ‘জাতীয়তাবাদী শক্তি' দেখানো বন্ধ করেন। | Ho detto abbastanza… da tre minuti di distanza da Khan Younis. |
53 | আমি শান্তিতে বসবাস করতে চাই। | E più tardi ha aggiunto: |
54 | আমার মেয়েকে নিরুদ্রুপ পরিবেশে বড়ো করতে চাই। | Non ricordo nessuna mattina come questa (con così tante esplosioni). |
55 | আমি বিশ্বাস করি, আমার আরো হাজার হাজার মা গাজা-ইজরাইল কাঁটাতারের বেড়ার দুই পাড়েই আছেন। আমরা এমন সব রাজনৈতিক নেতাদের শিকার যারা প্রকৃত সমাধান না খুঁজে ক্ষমতার দম্ভ দেখান। | Continuano a cadere mortai e razzi qassam, uno di questi è caduto vicino alla clinica… Spero che uno di questi razzi sia indirizzato su Gaza Street (la residenza ufficiale del Primo Ministro a Gerusalemme) e sulla nuova torre di Barak [Barak aveva comprato un costoso appartamento in una torre di Tel Aviv, ma visto il disdegno dell'opinione pubblica, lo ha venduto e ne ha comprato un altro in una torre meno esclusiva]… |
56 | গাজা-ইসরায়েলি সীমান্তের খুব নিকটে বসবাসকারী বার হেফেটজ লিখেছেন: | Uno dei messaggi [he] di Michal Vesser, insegnante e residente di Kfar ‘Aza, vicino al confine, è stato pubblicato da una delle sue studentesse su Facebook: |
57 | শব্দেরা আমাকে ছেড়ে গেছে। | Non proteggetemi! Grazie mille, davvero. |
58 | শুধু ভাবছি আমার ছেলে বিবি আর বারাক ব্যবহৃত হচ্ছে [যথাক্রমে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী]। | Con tale difesa, chi ha bisogno di un'azione offensiva… Sono seduto nel mio bunker nel kibbutz di Kfar ‘Aza e sento i bombardamenti in questa guerra totale. … |
59 | অনেক হয়েছে… খান ইউনুসের তিন মিনিট দূরত্বে। | Se volete proteggermi, per favore non mandate l'IDF a “vincere”. |
60 | তিনি পরে আরো যোগ করেন: আমি এরকম সকালের কথা স্মরণ করতে পারি না [এত বিস্ফোরণমুখর]। | Iniziate a pensare a lungo termine e non solo fino alle prossime elezioni. |
61 | সমানে মর্টার এবং কাসামস এসে পড়ছে। | Cercate di negoziare, tendete una mano verso Mahmoud Abbas. |
62 | এর কোনো কোনোটি ক্লিনিকের একদম কাছে এসে পড়ছে… | |
63 | আমি চাই এর কিছু গাজা স্ট্রিট [যেখানে জেরুজালেমের প্রধানমন্ত্রীর সরকারি বাসা] এবং বারাকের নতুন ভবনে গিয়ে পড়ুক। | |
64 | [নতুন ভবন হলো তেল আবিবের সবচেয়ে উঁচু ব্যয়বহুল ভবন। | Fermate le “uccisioni mirate”, guardate negli occhi dei civili dall'altra parte del confine. |
65 | এই ভবন নিয়ে সাধারণ মানুষের বেশ ক্ষোভ রয়েছে। | So che la maggior parte dell'opinione pubblica mi accuserà di essere un cuore tenero. |
66 | তারা চায় এটা বিক্রি করে দিয়ে কম খরচের অ্যাপার্টমেন্ট কেনা হোক]… সীমান্তের নিকটবর্তী কাফার আযার অধিবাসী এবং শিক্ষকতা পেশায় জড়িত মাইকেল ভেসার ফেসবুকে তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা পোস্ট দিয়েছেন: | Ma ci sono io qui seduto adesso mentre i mortai cadono nel mio cortile, non Sa'ar [en] (Ministro dell'Educazione), non Bibi, non Shelly (Yechimovitch [en], capo del partito laburista che ha espresso pieno sostegno all'operazione IDF in corso), non Yair (Lapid [en], personaggio televisivo convertitosi alla politica, anch'egli sostenitore della gestione della crisi attuale da parte del governo). |
67 | আমাকে রক্ষা করার দরকার নেই! তোমাদের সবাইকে ধন্যবাদ। | Sono l'unico che ha scelto di crescere i suoi figli qui. |
68 | এরকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে কে আক্রমণ করতে যায়। | |
69 | আমি কাফার আযারের বোম্ব সেল্টারে বসে আছি। আর যুদ্ধের গোলাবর্ষণ শুনছি। … | Quindi fatemi un favore e non uccidete civili dall'altra parte della barricata per proteggere la mia vita. |
70 | তোমরা যদি আমাকে রক্ষা করতে চাও- দয়া করে ইজরায়েলি সেনাদের ‘জয়ী' হতে পাঠিয়োনা। | |
71 | কখন নির্বাচন আসবে সে সময়ে না করে দীর্ঘমেয়াদি চিন্তা করো। সমঝোতার চেষ্টা করো। | Se volete vedere una fine agli attacchi provenienti dall'altro lato, aprite le vostre orecchie e cominciate ad ascoltare. |
72 | মাহমুদ আব্বাসের দিকে হাত বাড়িয়ে দাও। | La violenza non si risolve con più violenza. |
73 | বেছে বেছে নিশানা করে হত্যা করা বন্ধ করো। | La pace non si conquista opprimendo gli altri. |
74 | অন্য দিকের সাধারণ মানুষের কথাও ভাবো। | E' vero il contrario, è solo una ricetta per continuare il circolo degli orrori. |
75 | আমি জানি, আমার এই রক্তাপ্লুত হৃদয় দেখে অনেকে আমাকে দোষী বানাবে। | Molti israeliani di sinistra guardano alla connessione tra l'escalation di violenza e le imminenti elezioni, stabilite per il 22 gennaio 2013. |
76 | যদিও আমি এখনো বসে আছি আমার বাড়ির উঠানে, যুদ্ধের ময়দানে। | I governi israeliani hanno l'usanza [en] di lanciare operazioni militari prima delle elezioni. |
77 | সার [শিক্ষা মন্ত্রণালয়], বিবি, শেলী [লেবার পার্টির প্রধান যিনি ইজরায়েলি সেনাদের সমর্থন দিয়েছেন], ইয়াইর-এর [লাপিড- একজন টিভি তারকা থেকে রাজনীতিবিদ- সমস্যার সমাধানে তিনিও সরকারকে সমর্থন জানিয়েছেন] মতো নিরাপদে বসে নেই। | |
78 | আমি তাদেরই একজন যে এখানেই তার ছেলেমেয়েদের বড়ো করে তুলতে চায়। | |
79 | তোমরা আমাকে এই আশ্বাস দাও, আমাকে রক্ষা করতে গিয়ে কাঁটাতারের বেড়ার ওপাশের সাধারণ মানুষদের হত্যা করবে না। | |
80 | তোমরা যদি ওই পাশের আক্রমণ থামাতে চাও, তাহলে তোমাদের কান খাঁড়া করো, তারা কী বলে তা শোনা শুরু করো। | |
81 | সহিংসতা কখনো সমাধান আনে না, বরং নতুন করে আরো সহিংসতার জন্ম দেয়। অন্যদের দমনের মাধ্যমে কখনো শান্তি আসে না। | I sondaggi di questi giorni mostrano che il partito del ministro della difesa Ehud Barak non supera la soglia di sbarramento (2% dei voti). |
82 | বিরোধীদের ক্ষেত্রেও একই সত্য- দু:সহ দিনের পুনরাবৃত্তির এটাই রেসিপি। | |
83 | অনেক বামপন্থী ইজরায়েলিরা এই সহিংসতার সাথে সামনের নির্বাচনের যোগসূত্র খুঁজে পেয়েছেন। | |
84 | নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৩ সালের জানুয়ারির ২২ তারিখে। নির্বাচনে জিততে ইজরায়েলি সরকারের মিলিটারি অপারেশনের রেকর্ড রয়েছে। | Blue Collar, società di social media di sinistra, ha pubblicato questa immagine [he] a commento dell'interesse del Ministro della Difesa nel fomentare il conflitto con i palestinesi prima delle elezioni. |
85 | সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের দল নির্বাচনে জয়ী হতে পারবে না (২% ভোট)। | |
86 | ব্লু কলার নামের একটি বামপন্থী সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান নিচের ছবি ফেসবুকে পোস্ট করে মন্তব্য করেছে, বারাক পালেস্টাইনিদের সাথে সংঘর্ষ বাধিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চান। | |
87 | এহুদ এখানে। | “Ecco Ehud. |
88 | গাজান মুড-এর নির্বাচনী ক্যাম্পেইন থেকে। | Costruisce la campagna sopra il fango di Gaza” |
89 | ইউয়ুভ আব্রামোভিচ সরস মন্তব্য করেছেন: | Yoav Abramovich commenta ironicamente [he]: |
90 | প্রতিরক্ষামন্ত্রী যখন বলেন, “ইজরায়েল তার পছন্দমতো সময়ে এবং স্থানে এর প্রতিক্রিয়া জানাবে”। | Quando il ministro della difesa dice che “Israele risponderà nel momento e nel luogo atto alla scelta”, intende circa due mesi prima delle elezioni. |
91 | তিনি এর মানে বুঝিয়েছেন, এটা নির্বাচনের দুই মাস আগে। | |