# | ben | ita |
---|
1 | চীন: খরা আর থ্রি গর্জেস বাঁধ | Cina: c'è qualche relazione tra la siccità e l'innalzamento della diga delle Tre Gole? |
2 | এই বছরের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের তিন গিরিসংকট (থ্রি গর্জেস) বাঁধের সংরক্ষণাগারের উচ্চতা ১৭৫ মিটার বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। | Dal settembre di quest'anno, la diga delle Tre Gole [it], la più grande centrale idroelettrica del mondo, ha messo in opera il progetto di innalzamento del proprio bacino fino all'altezza prevista di 175 metri. |
3 | অক্টোবরে, হুনান আর জিয়াংজি প্রদেশে ভয়ঙ্কর খরা কবলিত হয়েছে বিশেষ করে ইয়াংজি নদীর মধ্য আর নিম্ন অঞ্চলে। | Durante il mese di ottobre si sono verificati gravi fenomeni di siccità nelle province di Hunan e Jiangxi lungo i tratti medio e inferiore del Fiume Azzurro (Yangtze) [it]. |
4 | গত ২৫শে অক্টোবরে, চীনের থ্রি গর্জেস কর্পোরেশন তর্ক করেছেন যে খরা আর তাদের প্রকল্পের মধ্যে কোন সম্পর্ক নেই: | Il 25 ottobre la Corporation responsabile del progetto ha dichiarato [in] l'inesistenza di legami tra la siccità e il progetto delle Tre Gole: |
5 | ইয়াংজি নদীর পানি সম্পদ কমিটির প্রধান প্রকৌশলী জেং সোরেন বলেছেন যারা হুনান আর জিয়াংজির খরার জন্য পুরোপুরি থ্রি গর্জেস প্রকল্পকে দোষারোপ করছেন তারা শুধুমাত্র আংশিক চিত্র দেখছেন। | Zheng Shouren, ingegnere a capo del comitato governativo che gestisce le risorse idriche dello Yangtze ha affermato che quanti accusano esclusivamente il progetto delle Tre Gole per la siccità nelle province di Hunan e Jiangxi hanno una visione parziale delle cose. |
6 | “হুনান আর ইয়াংজির খরার প্রধান কারণ সেপ্টেম্বর থেকে লাগাতার উচ্চ তাপমাত্রার সাথে এই অঞ্চলে বৃষ্টির অভাব,” জেং বলেছেন, যিনি চীনা প্রকৌশল একাডেমির একজন শিক্ষক। | “I fenomeni di siccità sono stati causati principalmente dalla scarsità di precipitazioni nella regione, insieme alle prolungate alte temperature a partire da settembre”, ha affermato Zheng, il quale fa anche parte dell'Accademia nazionale d'ingegneria. |
7 | একই দিনে, বাঁধ থেকে পানি ছাড়ার মাত্রা বাড়ানো হয় নীচের দিকের খরা কমানোর জন্য। | Lo stesso giorno è stato aumentata l'acqua in uscita dalla diga, in modo da alleviare gli effetti della siccità. |
8 | ২৮ অক্টোবরে, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে যে পানি ছাড়ার মাত্রা আরো বাড়ানো হয়েছে। | Il 28 ottobre la CCTV ha riportato [in] la notizia dell'ulteriore abbassamento del livello dell'acqua. |
9 | কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে সংরক্ষণাগারের লক্ষ্যমাত্রা ১৭৫ মিটারের এই বছরে পৌঁছানো যাবে না, কিন্তু জোর দিয়ে বলেছেন যে থ্রি গর্জেস প্রকল্পের জন্য খরা হচ্ছে না। | Le autorità hanno ammesso che il previsto livello di 175 metri quest'anno non verrà raggiunto, insistendo però sul fatto che la siccità non fosse in relazione con il progetto delle Tre Gole. |
10 | স্বনামধন্য চীনা সাংবাদিক কিয়ান গাং (钱钢) ও এই বিতর্কে অংশগ্রহণ করেছেন। | Qian Gang (钱钢), noto giornalista cinese, è intervenuto nel dibattito. |
11 | ১বাও সাইটে ২ নভেম্বরের এক পোস্টে তিনি বলেছেন: | In un post [cin] su 1bao (壹报) il 2 novembre, ha scritto: |
12 | খরা সাধারণত: জলবায়ু পরিবর্তনের কারনে হয়ে থাকে। | La siccità è di norma causata dal cambiamento climatico. |
13 | গুয়াংডং সহ কয়েকটা রাজ্য এই গ্রীষ্ম আর হেমন্তে খরার মধ্যে পড়েছে। | Alcune province, inclusa Guandong, hanno sofferto la siccità sia durante l'estate che in autunno. |
14 | কিন্তু ইয়াংজি নদীর ধারের বিশাল এলাকার খরা থ্রি গর্জেস প্রকল্পের সাথে সম্পৃক্ত। | Ma la vasta area di siccità che circonda il Fiume Azzurro è causata dal progetto delle Tre Gole. |
15 | রিপোর্ট অনুসারে, থ্রি গর্জেস সংরক্ষণাগারের পানির উচ্চতা ১৫ সেপ্টেম্বরের ১৪৮ মিটার থেকে ২৪ অক্টোবর ১৭০ মিটার বেড়েছে। | Secondo alcuni rapporti, il livello del bacino è aumentato da 148m il 15 settembre a 170m il 24 ottobre. |
16 | এর ফলে লোকচক্ষুর আড়ালে একটা বিশাল নকল লেক তৈরি হয়েছে। | Ciò ha dato origine a un lago artificiale di dimensioni enormi e senza precedenti. |
17 | একই সময়ে, হুনান প্রদেশের বেশ কয়েকটা নদীর পানির লেভেল দ্রুত কমে গেছে। | Allo stesso tempo, è diminuito rapidamente il livello di alcuni affluenti nella provincia di Hunan. |
18 | ৬০ বছরের মধ্যে দোংটিং লেকের পানির উচ্চতা সব থেকে নীচে নেমেছে। | Il lago Dongting è sceso al livello più basso degli ultimi 60 anni. |
19 | জেলে আর নদীর যান চলাচল খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। | I pescatori e i trasporti via fiume ne hanno subìto serie conseguenze. |
20 | চাংশার মতো শহর পানির সংকটের মুখোমুখি হচ্ছে। | L'acqua corrente va diminuendo in città come Changsha. |
21 | জাংজি জেলার চারটি মূল নদীর পানির লেভেল ইতিহাসের সর্বনিন্ম পর্যায়ে এসেছে। | I livelli dei quattro fiumi principali nella provincia di Jiangxi sono crollati ai minimi storici. |
22 | পোয়াং লেক গতানুগতিক সময়ের থেকে ৪০ দিন আগে শুকিয়ে গেছে। | Il lago Poyang è entrato nella stagione arida 40 giorni prima del solito. |
23 | তিনি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন: | Il giornalista prosegue criticando le autorità:: |
24 | ইয়াঙ্গজী নদী সম্পদ কমিটি জলবায়ুর উপরে দোষ দিচ্ছেন। | Il comitato per la grestione del fiume Yangtze ne incolpa il clima. |
25 | কমিটি বলছে থ্রি গর্জেস প্রকল্প খরা রোধে সামনের বছরে ব্যবহৃত হবে। | Sostiene che l'anno prossimo il progetto delle Tre Gole servirà anche a contrastare la siccità. |
26 | অনেক পানি সংরক্ষণের মাধ্যমেই সামনের বছরের খরার সময়ে পানি সরবরাহ করার লক্ষ্য পুরণ করা যাবে। | Soltanto immagazzinando grandi quantità di acqua si potrà raggiungere l'obiettivo di fornire acqua in misura sufficiente nella stagione secca dell'anno prossimo. |
27 | এটা দায়িত্বজ্ঞানহীন ব্যবহার। | Si tratta di un comportamento irresponsabile. |
28 | এটা প্রথমে কার কাছ থেকে চুরি করে, তারপরে তাকে নিজের দানশীলতা দেখানো। | È come derubare qualcuno per poi aiutarlo e dimostrarsi caritatevoli. |
29 | দয়া করে নাগরিকদের কাছে আর মিথ্যা বলবেন না। | Per piacere, non dite più bugie ai cittadini. |
30 | দয়া করে ব্যাখ্যা করেন: গ্রীষ্ম-হেমন্ত মধ্য চীনের জন্য শুকনো মৌসুম হবে এটা জেনে কেন এই বিপদজনক পরিকল্পনা নিয়ে এগুনো? | Piuttosto spiegate loro: sapendo che nella Cina centrale il periodo estivo-autunnale è una stagione arida, perché procedere comunque con questo progetto ad alto rischio? |
31 | কেন হঠাৎ চিন্তা করা হল ১৭৫মিটার উচ্চতায় পানি সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের? | Perché la frettolosa decisione di assumere il piano di stoccaggio a 175m? |
32 | কর্তৃপক্ষ দাবি করেছেন যে এটা ‘বন্যা থেকে নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন, পানির যানবাহন আর পানি সরবরাহ নিয়ন্ত্রণ করবে। | Le autorità hanno dichiarato che ciò serve a “gestire la relazione tra protezione dalle piene, generazione di elettricità, traffico fluviale e fornitura d'acqua”. |
33 | কিন্তু গত মাসের জান জট আর খরা এই দাবীকে নস্যাৎ করে দিয়েছে। | Ma la congestione del traffico sul fiume e la siccità dello scorso mese hanno smentito questa posizione. |
34 | সংশ্লিষ্ট বিদ্যুৎ অধিদপ্তর - বিশাল রাষ্ট্রায়ত্ত এক ফার্ম, একটি জিনিষের পেছনেই আছে: তা হচ্ছে অর্থ। | Il dipartimento per l'energia che gestisce il progetto, una gigantesca industria di proprietà statale, sta perseguendo un unico obiettivo: i soldi. |
35 | হংকং এর অ্যাপল ডেইলির একটা মন্তব্যের প্রতিধ্বনি যেন এটি: | L'affermazione sembra richiamare un articolo sull'Apple Daily [cin] di Hong Kong: |
36 | লেক ডংটিং আর পোয়াং এ পানির উচ্চতি নাটকীয়ভাবে নেমে যাওয়ার অবশ্যই একটা কারণ হল বৃষ্টি কমে যাওয়া। | La riduzione delle precipitazioni è senza dubbio una causa importante per il drammatico disseccamento dei laghi Dongting e Poyang. |
37 | কিন্তু এর সাথে থ্রি গর্জেস প্রকল্পের সম্পর্ক ও আছে। | Ma la situazione è dovuta anche al progetto delle Tre Gole. |
38 | সেপ্টেম্বর থেকে পানি সংরক্ষণ প্রকল্পের পর থেকে, ইয়াঞ্জজীর নীচের দিকের পানি কমতে শুরু করেছে দ্রুত। | Fin dall'inizio del piano di stoccaggio dell'acqua in settembre, lo Yangtze si è ritirato rapidamente. |
39 | ডংটিং আর পোয়াং, যারা আগে পানি সংরক্ষণাগার হিসেবে কাজ করছিল, এখন ইয়াঞ্জজীর পানি সরবরাহের জায়গায় পরিণত হয়েছে। | I laghi Dongting e Poyang, originariamente raccoglitori di acqua in entrata, sono diventati fonte d'alimentazione per lo Yangtze. |
40 | বিশাল থ্রি গর্জেস প্রকল্প পানির প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়: বর্ষা মউসুমে পানি থামিয়ে খরার সময়ে সরবরাহ করা… দুর্ভাগ্যবশত: এই যথাযথ চিত্র কাজে পরিণত করা যাচ্ছে না, কারণ এই প্রকল্প আগ্রহী ব্যক্তিদের জন্য নেশার বস্তুতে পরিণত হয়েছে। [ছবি www. | Il gigantesco progetto delle Tre Gole potrebbero essere usato per regolare i flussi idrici: accumulare l'acqua durante la stagione umida e metterla a disposizione nei periodi di aridità… Purtroppo questo quadro ideale non può essere realizzato, perché il progetto è diventato un intoccabile oggetto di culto per le parti in causa. |
41 | 1bao.org এর সৌজন্যে] | |