# | ben | ita |
---|
1 | ডোমিনিকান প্রজাতন্ত্র: লিওনেস নামক দলটি ক্যারিবিয় সিরিজ বেসবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে | Repubblica Dominicana: i <em>Leones</em> tornano sulle vette del baseball caraibico |
2 | এই শীতে ডোমিনকান প্রজাতন্ত্রের বেসবল প্রতিযোগিতা ভিন্ন ভাবে শেষ হল, এবার ঐতিহ্যগতভাবে সেরা দুই দল আগুইলাস সিবেনাস (সিবাও ঈগল) ও টাইগার ডে লিসেই (লিসের বাঘ) ফাইনালে উঠতে ব্যর্থ হয়। | [La traduzione di questo post è stata curata dagli studenti del corso di Traduzione Italiano/Spagnolo della Escuela de Idiomas Modernos della Universidad Central de Venezuela. |
3 | তাদের বদলে লিওনেস ডেল এসকোগিদো (বেছে নেওয়া সিংহের দল) নামক বেসবল দল এই স্থানীয় প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় এবং ক্যারিবিয়ান অঞ্চলের বেসবল প্রতিযোগিতা, যা ক্যারিবিয়ান সিরিজ নামে পরিচিত সেখানে খেলার জন্য জায়গা করে নেয়। | |
4 | এই দলটি ১৯৯২ সালে শেষবারের মত শিরোপা জিতেছিল। | Si veda la nota in fondo per maggiori dettagli] |
5 | সান্টো ডোমিঙ্গো ভিত্তিক দল লিওনেস ২০০৯-২০১০ সালের জন্য তাদের প্রশাসনে এবং কাঠামোতে ব্যাপক রদবদল ঘটায় এবং হাতেনাতে তার ফল পায়। ব্লগ ক্রিস্টাল ইয়া কলোরেস [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জোসে ফ্রান্সিকো এরিয়াস এই সাফল্য গাঁথার সারাংশ তৈরি করেছেন: | Dopo un'atipica stagione invernale nel baseball dominicano, in cui la squadre tradizionalmente più forti, le Águilas del Cibao e le Tigres de Licey non si sono classificata per la finale, e il campionato è stato vinto dalla squadra dei Leones del Escogido [in], che non vinceva il titolo dal 1992, e che ha poi rappresentato il Paese nella Serie del Caribe [it]. |
6 | অবশেষে এসকোগিদোর সিংহ নামে পরিচিত লিওনেস ডেল এসকোগিদো ডোমিনিকান প্রজাতন্ত্রের পেশাদার বেসবল লীগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল! | Durante la stagione 2009-2010 la squadra di Santo Domingo ha modificato notevolmente sia l'amministrazione che la struttura ottenendo i frutti tanto attesi. |
7 | আজ রাতে তারা সিবাও জায়ান্টকে ৫ রানের বিপক্ষে ২ রানে পরাজিত করেছে। | José Francisco Arias del blog Cristal y Colores riassume così il successo [sp]: |
8 | এই খেলাটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো ডে মাকোরিসে অবস্থিত জুলিয়ান জাভিয়ার স্টেডিয়ামে এবং এই খেলায় জিতে সিংহের দল নিজেদের ঘরে শিরোপা নিয়ে গেল। | Finalmente i Leones del Escogido si sono aggiudicati il campionato di baseball professionale della Repubblica Dominicana. Giovedì sera, la squadra ha battuto per 5 a 2 i Gigantes del Cibao nello stadio Julián Javier di San Francisco de Macorís conquistando il torneo. |
9 | এখন থেকে ১৮ বছর আগে তারা শেষবারের মত শিরোপা জিতেছিল। | Erano 18 anni che non riuscivano a vincere. |
10 | সে রাতে তাদের শিরোপ জয়ের উৎসব শুরু হয়েছিল এবং তা অনেকদিন ধরে চলেছিল। | In serata si è dato il via ai festeggiamenti, che dureranno molti giorni. |
11 | এসকোগিদোর বাসিন্দারা তাদের দলের শিরোপা জয়ের উৎসব উদযাপন করার জন্য অপেক্ষা করে রয়েছে। | I tifosi di Escogido non vedevano l'ora di esultare per il trofeo da campioni. |
12 | এসকোগিদো কেবল স্থানীয় প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেনি, সে একই সাথে ২০১০ ক্যারিবিয় সিরিজ বেসবল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় ভেনিজুয়েলার মার্গারিটা আইল্যান্ডে ২-৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। | La squadra dell'Escogido non ha vinto solo il campionato nazionale, ma anche la Serie del Caribe 2010 [sp], disputata sull'isola Margarita in Venezuela, aggiudicandosi il torneo dopo aver sconfitto i Leones del Caracas per 7 a 4. Durante il torneo, celebrato dal 2 al 7 febbraio, i Leones del Escogido hanno perso solo una gara. |
13 | ক্যারিবিয় এই প্রতিযোগিতায় তারা লিওনেস ডে কারাকাসকে (ভেনিজুয়েলার সিংহ) ৭-৪ রানে পরাজিত করে। | |
14 | এই পুরো প্রতিযোগিতায় এসকোগিদো কেবল একটি মাত্র খেলায় পরাজিত হয়। | Felivia Mejía [sp] (@LaBari) esprime la sua gioia su Twitter: |
15 | ফেলিভিয়া মেজিয়া (@মেজিয়া) নামক ভদ্রমহিলা এই অর্জনে টুইটারে তার উচ্ছাস প্রকাশ করেছেন: | |
16 | এসকোগিদো লিওনেস বিশাল এক জয় অর্জন করে ফিরেছে। | I Leones del Escogido sono tornati per vincere alla grande. |
17 | ক্যারিবিয়ান সিরিজ জয় করায় তাদের অভিনন্দন। | Congratulazioni per la vittoria nella Serie del Caribe. |
18 | তিনি ছাড়াও, দলটির সমর্থকরাও এতে খুশি!! | Qui ci sono i tifosi esultanti!! |
19 | এসকোগিদোর শিরোপা জয়ের মধ্য দিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্র ক্যারিবিয় সিরিজ প্রতিযোগিতায় ১৮টি শিরোপা জিতল। এই প্রতিযোগিতার ইতিহাসে এই দেশটির দলগুলো সর্বোচ্চ সংখ্যক শিরোপা জিতেছে। | Con la vittoria dei Leones del Escogido, la Repubblica Dominicana conquista il 18° titolo della Serie del Caribe e diventa il Paese con il maggior numero di vittorie nella storia del campionato, al quale partecipano regolarmente Messico, Venezuela e Porto Rico. |
20 | এই প্রতিযোগিতায় মেক্সিকো, ভেনিজুয়েলা, পুয়ের্টো রিকো নিয়মিত অংশগ্রহণ করে থাকে, অতীতে তাদের সাথে পানামা এবং কিউবাও অংশ নিত। | Panamà e Cuba vi hanno preso parte solo in alcune edizioni. Campo di baseball di quartiere nella Repubblica Dominicana, foto di El Marto e usata con licenza Creative Commons. |
21 | ডোমিনিকান প্রজাতন্ত্রের স্থানীয় এক বেসবল মাঠের (বেসবল ডায়মন্ড) ছবি। ছবিটি তুলেছেন এল মার্টো এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। | La partecipazione della squadra Leones del Escogido alla Serie del Caribe spezza il dominio mantenuto per anni dalle squadre Tigres del Licey e Águilas del Cibao sia nel campionato dominicano che nella Serie. |
22 | এতদিন ধরে টাইগার ডে লিসে এবং আগুইলাস সিবেনাসের স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য ছিল। | Dal 1992 al 2009, la Repubblica Dominicana ha vinto 9 titoli nella Serie caraibica, 5 dei quali per merito dell'Águilas del Cibao e i 4 restanti dei Tigres del Licey. |
23 | ক্যারিয়ান সিরিজে এসকোগিদোর অংশ নেবার মধ্যে দিয়ে এই দুটি দলের সেই আধিপত্যের অবসান ঘটল। ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডোমিনিকান প্রজাতন্ত্র ক্যারিবিয়ান সিরিজ প্রতিযোগিতার ৯ টি শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে। | Il risveglio dell'Escogido ha fatto crescere le aspettative di vedere un torneo dominicano più eterogeneo ed interessante, in cui la leadership non rimanga confinata alle squadre di sempre, come era ormai un'abitudine da diversi anni. |
24 | এই ৯ টি শিরোপার পাঁচটি জিতেছে ঈগলরা (আগুয়েলাস সিবেনাস) ও অন্য চারটি জিতেছে বাঘেরা ( লিসে ডে টাইগ্রেস) | Al riguardo, Mario Peguero [sp] (@mariopeguero) commenta: La cosa migliore è stata la vittoria ottenuta ieri dai Leones del Escogido alla Serie del Caribe. |
25 | এসকোগিদোর উত্থানে ডোমিনিকান প্রজাতন্ত্রের স্থানীয় শীতকালীন বেসবল প্রতিযোগিতা আরো আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে, যেখানে একই দল বার বার সেরা স্থানে থাকবে না, যা অতীতে হয়ে এসেছিল। | Ora inizia una nuova era! Nota: La traduzione di questo post è opera degli studenti del corso di Traduzione Italiano/Spagnolo della Escuela de Idiomas Modernos della Universidad Central de Venezuela [sp], con revisione finale della Prof.ssa Rosalba Ciancia ed editing di Beatrice Borgato. |
26 | এই প্রতিযোগিতা এ ভাবে পাল্টে যাওয়ায়, মারিয়া পেগুয়েরো (@মারিওপুগেয়েরো) তা উদযাপন করছে: এবারের সবচেয়ে সেরা দিক, লায়ন অফ এসকোগিদো গতকাল ক্যারিবিয়ান সিরিজ প্রতিযোগিতায় শিরোপা জিতেছে! | Ringraziamo gli studenti: Vincenza Aiello, Jhean Cabrera, César Castillo, Valentina Castro, Elizabeth Cornejo, Mearlis Flores, Jonathan García, Mariela Manfredi, Daniella Martínez, Isanie Pino, Luis Eduardo Plazas, Arianna Russo, Yhován Sáez, Gregory Salazar, Juan Pablo Sans, Gisell Torcatt, Yoliher Vitale, Heyleen Williams. |
27 | নতুন এক যুগের শুরু হল!!! | |