# | ben | ita |
---|
1 | দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলা নিয়ে বিশ্বকাপ বিতর্ক | Sudafrica 2010: come la mettiamo con le “vuvuzela”? |
2 | সম্ভবত ২০১০ সালের বিশ্ব কাপের এই পর্যন্ত সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে স্টেডিয়ামে ৩২টি প্রতিযোগী দেশের ভক্তদের পড়া রঙ্গীন পোশাক। | Tra le immagini che vanno caratterizzando i Campionati mondiali di calcio 2010 ci sono gli stadi nuovi di zecca oppure i costumi colorati indossati dai tifosi di ognuna delle 32 nazioni in ballo. |
3 | কোন সন্দেহ ছাড়া, খেলার মূল উল্লেখযোগ্য শব্দ হচ্ছে ভুভুজেলার লাগাতার আওয়াজ, যা খেলা দেখতে আসা দর্শক বা যারা টেলিভিশন দেখছেন তারা ক্রমাগত শুনতে পাচ্ছেন। | Senza ombra di dubbio però, il suono caratteristico di questo torneo è il forte ronzio delle vuvuzela [it], che non risparmia quanti seguono le partite dal vivo e anche in televisione. |
4 | এই বিশেষ শব্দ বিতর্কের সৃষ্টি করেছে যে ভুভুজেলা বিশ্বকাপের অভিজ্ঞতাতে কিছু যোগ করছে নাকি কেড়ে নিচ্ছে। | La presenza di questo suono continuo e ingombrante ha aperto il dibattito per capire se le vuvuzela aggiungono o tolgono qualcosa all'esperienza dei mondiali. |
5 | স্থানীয় দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রেমিকদের জন্য খেলা দেখার সময় স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ভুভুজেলা বাজানো, আর তারা ভাবেন যে এত চিন্তার কি আছে। | Per i tifosi sudafricani, le vuvuzela fanno parte integrante dell'assistere alle partite, e si domandano il perchè di tanto trambusto. |
6 | তবে, আন্তর্জাতিক দর্শকদের জন্য এই প্লাস্টিকের বাদ্যযন্ত্রের শব্দ বিশেষ একটি কিছু। | Tuttavia, per gli ospiti internazionali e i telespettatori il suono di questo strumento di plastica rappresenta una novità. |
7 | ফুটবলের শহরে ভুভুজেলার ছবি। তুলেছেন আলভেজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | Una Vuvuzela a Soccer City; foto di alvez da Flickr, utilizzata con licenza Creative Commons. |
8 | এই বিতর্ক ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সময় থেকে শুরু হয়, যেটা বিশ্বের অনেক ফুটবল প্রেমিকের কাছে এই শব্দের সাথে প্রথম পরিচয়। | L'inizio di questo dibattito risale [en, come tutti gli altri link eccetto ove diversamente indicato] alla Fifa Confederations Cup del 2009 [it] tenutasi in Sudafrica, che per molti tifosi di calcio nel mondo è stata la prima vera esposizione all'incessante ronzio. |
9 | কেউ কেউ স্টেডিয়াম থেকে ভুভুজেলাকে নিষিদ্ধ করার আহ্বান জানান যাদের মতে এর ফলে খেলার মজা নষ্ট হয়। | Qualcuno ne ha perfino chiesto il divieto di portarle negli stadi, perchè rovinavano il piacere della partita. |
10 | ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, অবশ্য ২০১০ সালের বিশ্ব কাপে ভুভুজেলার পূর্ণ ব্যবহারের সমর্থন দেন। | Il presidente della FIFA Sepp Blatter ha tuttavia dato il pieno appoggio nel permettere l'utilizzo delle vuvuzela ai Campionati del Mondo 2010, dichiarando: “non dobbiamo cercare di europeizzare i mondiali africani“. |
11 | তিনি বলেছেন, ”আফ্রিকার বিশ্ব কাপকে আমাদের ইউরোপের মতো করা উচিত না।“ এখন খেলা শুরু হবার মাত্র কয়েক দিনের মধ্যেই, যারা এই ব্যাপারে অভিযোগ করেন তারা ইন্টারনেটে এ নিয়ে ব্যপক আলোচনা করছেন। | Già pochi giorni dopo l'inizio del torneo, le vuvuzela sono diventate tema di accese discussioni su internet, tra quanti se ne lamentano, quanti le difendono, e finanche coloro che criticano tutto questo chiacchiericcio. |
12 | এমন কি যারা এটি সমর্থন করেন তারাও যোগ দিয়েছেন আলোচনায় আর ভুভুজেলার বিপক্ষের লোকদেরকে যারা সমালোচনা করছেন তারাও বসে থাকেন নি। | E pur se qualcuno segnala che la FIFA potrebbe limitare l'uso delle vuvuzela per le proteste dei canali TV, sembra che tutto continuerà così. |
13 | যদিও এমন শোনা যাচ্ছে যে যারা টেলিভিশন দেখছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করতে পারে, অনেকে মনে করছেন এটা চলতেই থাকবে। | Su Twitter, Anas Qtiesh paragona il suono dello strumento a quello di uno sciame di insetti e scrive, “dobbiamo fumigare lo stadio, la situazione di tutte quelle api è ormai fuori controllo.” |
14 | সিরিয়ার টুইটার ব্যবহারকারী আনাস কিতিয়েশ একঝাঁক পোকার সাথে এই শব্দের তুলনা করেছেন আর লিখেছেন, ”আমাদের দরকার স্টেডিয়ামে কীটনাশক দেয়া, মৌমাছির ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।“ | Sempre su Twitter, sono comparsi vari acconti che rilanciano le lamentele sulle vuvuzela: @stopvuvuzela, @vuvuneela, e @vuvunee. Altri invece sono stati prontia difendere questa tradizione calcistica sudafricana. |
15 | বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট বের হচ্ছে ভুভুজেলা সম্পর্কে আরো বেশি অভিযোগকে স্বাগত জানানোর জন্যে - যেমন @স্টপভুভুজেলা, @ভুভুনিলা আর @ভুভুনি। | Michelle Sibanda (@pinkminx36) scrive: La vuvuzela fa parte dell'eredità del nostro paese…quindi NO, non smetteremo di suonarla e voi potete lamentarvi all'infinito!!!” |
16 | অন্যরা দক্ষিণ আফ্রিকার ফুটবলের ঐতিহ্যকে দ্রুত সমর্থন করেছেন। | Certe critiche sul ronzio delle vuvuzela si sono fatte decisamente divertenti, nel tentativo di sminuire le lamentele. |
17 | মিশেল সিবান্দা (@পিঙ্কমিঙ্কস৩৬) লিখেছেন: | Daniel Reeders (@onekind) rilancia: |
18 | ভুভুজেলা আমাদের দেশের ঐতিহ্যের অংশ…তাই না, আমরা এটা বাজানো বন্ধ করবো না আর গরু বাড়ি না ফেরা (সূর্যাস্ত) পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারেন!!!” | Il mondo occidentale ha scoperto l'Africa, ha scoperto che è rumorosa, dissonante e travolgente, e si è ritirato su Twitter a lamentarsi #vuvuzela Infine, Karabo Harry (@kayrabH) mette tutto in prospettiva e offre un suggerimento: |
19 | কারো কারো জন্য ভুভুজেলার গুনগুন আওয়াজ মজার মনে হয়েছে, যারা তাদের অভিযোগকে হালকা ভাবে দিয়েছেন। ড্যানিয়েল রিডার্স (@ওয়ানকাইন্ড) জানিয়েছেন: | Se il suono delle #Vuvuzela vi irrita, mettetevi i #Tappi per le orecchie e lamentatevi di cose più importanti come #l'analfabetismo e la #Povertà. |
20 | পশ্চিমা বিশ্ব আফ্রিকাকে আবিষ্কার করেছে, এটাকে জোরালো, নিয়ম ছাড়া আর অতিরঞ্জিত - এই হিসেবে - আর তাই টুইটারের আশ্রয় নিয়েছে অভিযোগ করার জন্য #ভুভুজেলা | Aggiornamento: è di oggi la notizia secondo cui al Torneo di Tennis di Wimbledon, Londra, in partenza lunedì 21 giugno prossimo, le vuvuzela sono state ufficialmente vietate [it]. |
21 | পরিশেষে, কারাবো হ্যারি (@কায়রাবিএইচ) সব আলোচনা বিবেচনা করে একটি পরামর্শ দিয়েছেন: | Mentre fonti sanitarie affermano che il loro utilizzo continuato pùo causare problemi all'udito e trasmettere infezioni. |
22 | #ভুভুজেলার শব্দ যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি #কানের প্লাগ ব্যবহার করবেন আর এর থেকেও বড় জিনিষ যেমন #অশিক্ষা আর #দারিদ্রতা নিয়ে অভিযোগ করুন। | |