Sentence alignment for gv-ben-20140105-41000.xml (html) - gv-ita-20140206-89246.xml (html)

#benita
1ছবিঃ কমোরোস, মাদাগাস্কার এবং ম্যাসকারেন দ্বীপপূঞ্জের মানুষFoto: gente di Comore, Madagascar, Mauritius e Riunione
2“দি হিউম্যানস অফ_____” ( এলাকার মানুষেরা) নামক বিষয়টি সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত রাস্তার সাধারণ মানুষের ছবি এবং সংগৃহীত সাক্ষাৎকার ফেইসবুকে প্রদর্শন সংক্রান্ত প্রকল্পের ধারণা।“Umani di …” è un progetto fotografico che riunisce ritratti e interviste di gente comune del mondo intero.
3চিত্রগ্রাহক ব্রান্ডন স্টানটোন-এর বহুল প্রচারিত হিউম্যানস অফ নিউইয়র্ক এর সাফল্য থেকে এই ধারনাটি জনপ্রিয় হয়েছে। এই চিন্তাটি বিশ্বে শত শত একই ধরনের প্রকল্পের জন্ম দিয়েছে, যার বিস্তৃতি ল্যাটিন আমেরিকা হতে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা পর্যন্ত।Da Brandon Stanton iniziatore del progetto Humans of New York [en], l'idea si è diffusa a centinaia di persone nel mondo intero, dall'America Latina [en] al sud dell'Asia passando attraverso Medio Oriente e Africa del Nord [en].
4যদিও ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের দ্বীপ মাদাগাস্কারের নিজস্ব হিউম্যানস অফ প্রকল্প রয়েছে, তারপরেও বিষয়টি তার নিকটবর্তী স্থান ম্যাসকারেন দ্বীপপূঞ্জে এখনো শুরু হয়নি, যে এলাকাটি এর পশ্চিমে অথবা কমোরো দ্বীপপুঞ্জের উত্তরপশ্চিমে অবস্থিত।L'isola del Madagascar nell'Oceano indiano ha un proprio progetto “Human of”, ma l'iniziativa non ha ancora toccato le isole Mascarene vicine o le Comore a nord-ovest.
5আমরা আশা করি যে এই অঞ্চলের অনেক প্রতিভাবান ফটোগ্রাফার এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে।Ci aspettiamo che numerosi fotografi di talento possano raccogliere questa sfida.
6আর বিষয়টি শুরু করার জন্য এখানে কমোরো, মাদাগাস্কার, মরিশাস এবং রিইউনিয়নের কিছু ছবি তুলে ধরা হল।Si potrebbe cominciare con qualche foto delle Comore, del Madagascar, delle isole Mauritius e di Reunion.
7হিউম্যানস অফ কমোরোস:Gente delle Comore
8নিচের ছবিটি তুলেছে গ্রান্ড কমোরোর (নাগাজিদিজা) রাজধানী মোরানির ডেভিড স্ট্যানলি।La foto seguente è stata presa da David Stanley a Moroni, la capitale di Grande Comore [it].
9এই ছবিতে এক তরুণীকে পানির পাত্র বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে।Si vede una giovane donna che trasporta una tanica per l'acqua.
10কমোরো দ্বীপের অনেক স্থানে সুপেয় পানি পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়।L'accesso all'acqua potabile resta una lotta nella maggior parte delle Comore:
11ইউনিয়ন অফ দি কমোরো এলাকার গ্রান্ড কমোরোর রাজধানী মোরানিতে সাধারণের জন্য তৈরী এক পানির নল থেকে শিশুরা পানি সংগ্রহ করছে।Bambini cercano di raccogliere dell'acqua da rubinetti pubblici a Moroni, Grande Comore, Unione delle Isole Comore.
12ছবি ডেভিড স্ট্যানলীর।Foto di David Stanley.
13সিসি লাইসেন্স বাই -২.Gente del Madagascar
14০। হিউম্যানস অফ মাদাগাস্কার। জোয়ি আইয়ুব গ্লোবাল ভয়েসেস এর এক স্বেচ্ছাসেবক লেখক, যিনি সম্প্রতি হিউম্যান অফ মিডিল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা নামে এক ছবি-মালা পোস্ট করেছেন, তিনি ফেসবুকে হিউম্যান অফ মাদাগাস্কার নামের একটি পাতা তৈরীতে সাহায্য করেন।Joey Ayoub, collaboratore di Global Voices, ha recentemente pubblicato un post di foto Gente del Medioriente e del Nord Africa [en], contribuendo alla creazione di una pagina Facebook sul Madagascar, Humans of Madagascar [en]:
15এরপর তিনি এই প্রকল্পটি লালাহ আরিনিয়ানের হাতে হস্তান্তর করেন, মাদাগাস্কারে বাস করা লালাহ নিজেও গ্লোবাল ভয়েসেস -এর একজন স্বেচ্ছাসেবক লেখক/অনুবাদক।
16এখানে হিউম্যানস অফ মাদাগাস্কারের ফেসবুক পাতার সাম্প্রতিকতম পোস্ট তুলে ধরা হল: “তারিকা মাইনটি” একটি ব্যান্ড, যা রাজধানী শহরের রাস্তার ড্রামবাদক এবং নাচিয়েদের নিয়ে তৈরী।“Tarika Mainty” un gruppo creato da alcuni bambini che suonano con la batteria e danzano per le vie della capitale.
17ছবি লালাহ আরিনিয়ানার, অনুমতিক্রমে ব্যবহৃত।Foto di Lalah Ariniaina, riproduzione autorizzata.
18ব্লগ পোস্টের সাথে লালাহ জীবিকার জন্য ব্যান্ড তৈরী করা তিনজন শিশুর জীবন সম্বন্ধে আরো বিস্তারিত তুলে ধরেছে [ফরাসী ভাষায়]:Per accompagnare il post del blog, Lalah racconta la vita di questi tre bambini che hanno creato un loro gruppo musicale per guadagnarsi da vivere:
19আমি তিনজন বালকের দেখা পেলাম যাদের সবার বয়স ১০ বছর।I met three boys who are all about ten years old.
20তারা একটি ব্যান্ড দল তৈরী করেছে যার নাম “মাইনটি” (মালাগাছি ভাষায় যার মানে হচ্ছে কালো)।They created the band “Mainty” (Black in Malagasy).
21এর ড্রামবাদক হচ্ছে ফেব্রিসে, আর ক্রিশ্চিয়ান নিজের তৈরী হর্ন (ভেঁপু, যেমনটা জন্মদিনের অনুষ্ঠানে বাজানো) হয়, আর সেড্রিক বাজনার তালে তালে নাচে।Fabrice is on drums, Christian is using a self-made horn (like the one used at birthday parties) and Cedric provides the dancing.
22তারা আনতানানারিভার উপশহর প্রদক্ষিণ করে ছোট ছোট অনুষ্ঠান প্রদর্শন করে।They do small street performances by touring neighborhoods of downtown Antananarivo.
23হিউম্যানস অফ মরিশাসGente delle Mauritius
24এখনো হিউম্যানস অফ মরিশাস নামক ব্লগ তৈরী হয়নি, কাজে এই প্রকল্প শুরুর জন্য হিউম্যানস অফ দুবাই পাতা কয়েকটি ছবি পোস্ট করেছে।Non c'è ancora nessun blog sugli “Umani delle Mauritius”, ma la pagina “Umani di Dubai” ha pubblicato un post con alcune fotoper avviare il progetto.
25এখানে পোর্ট লুইসের একটি প্রচলিত খাবারের দোকানের ছবি তুলে ধরা হয়েছে:Ecco l'immagine di una tipica snackeria di Port Louis:
26হিউম্যানস অফ দুবাই-এর মাধ্যমে পাওয়া ও তার অনুমতিক্রমে ছাপানো পোর্ট লুইসের এক নিত্য পণ্যের দোকানের সামনে দাঁড়ানো মানুষের ছবি।Un uomo di fronte una drogheria a Port Louis - Pubblicata con l'autorizzazione di Humans of Dubai Gente di Riunione
27হিউম্যানস অফ রিইউনিয়ন এখনো হিউম্যানস অফ রিইউনিয়নের কোন পাতা তৈরী করা হয়নি, কিন্তু এই কাজটি শুরুর জন্য এক চমৎকার স্থান হচ্ছে ইল ডে লা রিইউনিয়ন টুরিজম-এর (আইআরটি) ফেসবুক পাতা। তারা এই দ্বীপের নানান বৈচিত্র্যময় ছবি এখানে সরবরাহ করেছে।Non esiste ancora una pagina sulla “Gente di Réunion” ma si possono trovare una grande varietà di foto che illustrano le diverse varietà dell'isola sulla pagina Facebook dell'ente turismo dell'Isola di Riunion [fr].
28এখানে রিইউনিয়নের সেইন্ট ম্যাক্সিমের কয়েকজন শিল্পীর ছবি তুলে ধরা হয়েছেঃ:Questa è una foto di artisti di Saint Maxime, sull'isola di Riunione:
29রিইউনিয়নের ম্যাক্সিম লোয়াপে এবং তাদের শিশুরা, অনুমতিক্রমে ব্যবহৃত।Maxime Laope con i suoi figli a Riunione - pubblicata con autorizzazione