# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জ: বইয়ের মাধ্যমে সারা বিশ্বকে জানুন | Global Voices vi invita al giro del mondo… con un libro! |
2 | আগামী ২৩শে এপ্রিল হচ্ছে ইউনেস্কো বিশ্ব বই দিবস। গ্লোবাল ভয়েসেসের লেখকেরা শুধু ব্লগই ভালবাসে এমন না - তারা বই পড়তেও পছন্দ করে। | Il 23 aprile si celebra la Giornata Mondiale del Libro [in] promossa dall'UNESCO e il fatto che Global Voices rappresenti i blog non significa che abbia dimenticato le altre forme di espressione scritta! |
3 | আমরা যেহেতু মনে করি যে সাহিত্য পঠনের মাধ্যমে অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় এবং এটি খুবই আনন্দদায়ক তাই আমরা একটি বই পাঠ প্রতিযোগীতার আয়োজন করেছি। | Infatti, poiché riteniamo che la letteratura di ieri e di oggi sia un mezzo straordinario e divertente per conoscere altre culture e civiltà, proponiamo una simpatica ‘sfida' ai collaboratori di Global Voices, ai lettori e ai blogger ovunque nel mondo. |
4 | গ্লোবাল ভয়েসেস এর লেখক, পাঠক এবং বিশ্বব্যাপী যে কোন ব্লগার এতে যোগ দিতে পারবেন। | |
5 | গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি হচ্ছে নিন্মরূপ: | Il mese del libro con Global Voices si sviluppa così: |
6 | ১) আগামী মাসে আপনি এমন একটি দেশের বই পড়ুন যে দেশের সাহিত্য আপনি আগে কখনও পড়েন নি। | 2) scrivete un post in un blog qualsiasi durante la settimana del 23 aprile e segnalatelo in coda a questo. |
7 | ২) আপনি এপ্রিলের ২৩ তারিখ বা সেই সপ্তাহে এটি নিয়ে একটি ব্লগ পোস্ট লিখুন। | ATTENZIONE: Usate il tag #gvbook09 nei vostri post così da poterli trovare facilmente. |
8 | আপনি যদি জানতে চান যে ভিয়েতনাম, বলিভিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ড বা অন্য যে কোন দেশের কোন উল্লেখযোগ্য বইটি পড়বেন তাহলে দয়া করে মূল ইংরেজী পোস্টের মন্তব্যের স্থানে প্রশ্নটি রাখুন। | E se volete sapere cosa dovreste leggere su Vietnam, Bolivia, Mozambico, Nuova Zelanda o qualunque altro Paese, chiedete pure nello stesso spazio per i commenti più sotto. |
9 | কেউ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। | Ci sarà sicuramente qualcuno disponibile a offrire suggerimenti e consigli! |
10 | আপনার দেশের উল্লেখযোগ্য কোন বইটি বিশ্বের পাঠকরা পড়তে পারে তাও আপনি উক্ত মন্তব্যের স্থানে জানিয়ে দিতে পারেন। | Se invece volete segnalare dei libri assolutamente da leggere che parlano del vostro Paese, lasciate un commento a beneficio degli altri. |
11 | আপনারা কোন বই পড়ার পর (এবং এ নিয়ে ব্লগে লেখার পর) দয়া করে আমাদের জানাবেন। | Una volta terminato il libro (e scritto il post!), avvisateci - ci farà piacere sapere cosa avete scoperto nel corso della vostra spedizione letteraria. |
12 | আমরা জানতে আগ্রহী যে আপনার এই সাহিত্য যাত্রায় আপনি কি অভিজ্ঞতা লাভ করলেন। | Utilizzate liberamente queste immagini per diffondere l'iniziativa di Global Voices sul Giro del Mondo… con un libro! |
13 | আপনারা উপরের এবং নীচের গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারেন গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি প্রচারের জন্যে। | |