Sentence alignment for gv-ben-20120512-26689.xml (html) - gv-ita-20120511-59641.xml (html)

#benita
1রবার্ট এফ. কেনেডি কেন্দ্রের সামাজিক মিডিয়া সাংবাদিকতা পুরস্কারSocial media e cyber-dissidenti al Robert F.
2অন্যতম প্রধান একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ.Kennedy Center di Firenze Il prestigioso Robert F.
3কেনেডি কেন্দ্র ইতালির ফ্লোরেন্সে অবস্থিত তাদের ইউরোপীয় দপ্তর আয়োজিত একটি নতুন আন্তর্জাতিক ফটোগ্রাফি এবং সামাজিক মিডিয়াতে সাংবাদিকতা পুরস্কারের জন্যে মনোনয়ন আহবান করছে। পুরস্কারটি মানবাধিকার বিষয়ে অনুসন্ধানকারী এবং পরিবর্তনের পক্ষে কথা বলা পেশাদার এবং ছাত্রদের অর্জনের স্বীকৃতি দিবে।Kennedy Center [en, come gli altri link, salvo diversa indicazione], una delle maggiori organizzazioni internazionali per la difesa dei diritti umani, sta raccogliendo le candidature per l'assegnazione di un Premio giornalistico internazionale per la fotografia e i social media [it], curato dalla sede europea [it] dell'ente.
4সাংবাদিকতা পুরস্কারটি আরএফকে কেন্দ্রের একটি দীর্ঘমেয়াদি চৌকষ ভিন্নমতাবলন্বী প্রকল্পের প্রথম পদক্ষেপ।Verranno riconosciuti i lavori di giornalisti e studenti nel campo dei diritti umani in senso lato.
5এর লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর এক্টিভিস্টদের একটি বাস্তব কর্মস্থল (সুন্দরভাবে সংস্কার করা ফ্লোরেন্সে অবস্থিত সাবেক লে মুরাতে কারাগার ভবনে) এবং মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার পক্ষে দাঁড়ানোর জন্যে একটি সুযোগ প্রদান করা।Questa è prima tappa di un progetto a lungo termine del RFK Center, chiamato Smart Dissident, che vuole fornire agli attivisti digitali operanti nei paesi del Medio Oriente e del Nord Africa uno spazio di lavoro fisico (l'ex complesso carcerario Le Murate a Firenze, ora splendidamente restaurato) e un'opportunità di difendere la libertà d'espressione e di promuovere i diritti umani.
6পেশাদারী বিষয়শ্রেণীতে বিজয়ীরা লে মুরাতে ভবনে দুই সপ্তাহ থাকতে পারবেন।Alcuni attivisti verranno ospitati a Le Murate per due settimane.
7পূর্ববর্তী পুরস্কার বিজয়ীদেরকে বড় ভাই প্রেসিডেন্ট জন এফ.Busto di bronzo di Robert F.
8কেনেডির মৃত্যুর মাত্র পাঁচ বছর পর ১৯৬৮ সালে গুলিতে নিহত নাগরিক অধিকার কর্মী এবং মার্কিন রাজনীতিবিদ রবার্ট এফ.Kennedy, attivista per i diritti civili e politico USA assassinato nel 1968, cinque anni dopo quello del fratello, il Presidente John F.
9কেনেডির একটি আবক্ষ মূর্তি প্রদান করা হয়েছে।Kennedy.
10এই একই প্রকল্পের অংশ হিসেবে কেন্দ্রটি সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের পরপর ১৮-১৯শে জুন, ২০১২ তারিখের জন্যে (গ্লোবাল ভয়েসেস থেকে অংশগ্রহণসহ) পরিকল্পিত “সামাজিক মিডিয়া এবং মানবাধিকার: চৌকষ ভিন্নমতাবলম্বীরা কী পরিবর্তন সৃষ্টি করতে পারবেন?”-এর উপর একটি কোর্স পেশ করবে।Nell'ambito dello stesso progetto il Centro organizza inoltre il corso Social Media and Human Rights: Can Smart Dissidents Create Change? (Social media e diritti umani: i dissidenti digitali come motore di cambiamento?) in programma nelle giornate del 18 e del 19 giugno 2012, con la partecipazione di Global Voices e chiuso dalla cerimonia di assegnazione del Premio giornalistico.
11মনোনয়ন অন্তর্ভুক্তিতে কারণ, অবিচারের পরিস্থিতি এবং এর থেকে মুক্তির উপায়, এবং সংশ্লিষ্ট জননীতি, কর্মসূচী, দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত প্রচেষ্টাগুলোর সমালোচনামূলক বিশ্লেষণ থাকতে হবে।Gli elaborati in concorso dovranno descrivere le cause, le condizioni e le soluzioni alla situazione di ingiustizia sociale e un'analisi critica delle politiche, dei programmi e degli atteggiamenti predominanti sia in ambito pubblico che privato.
12জমা দানের সর্বশেষ সময়সীমা: ১৫ই মে, ২০১২ (একটি অন্তর্ভূক্তি ফরম নামানোর জন্যে এখানে ক্লিক করুন)।Il termine ultimo per presentare la propria candidatura è fissato per il 15 maggio 2012 (il modulo di iscrizione può essere scaricato qui).
13আরএফকে'র ইউরোপীয় দপ্তর থেকে সর্বশেষ রয়েছে টুইটা্রে:Su queste iniziative, il RFK Center diffonde aggiornamenti anche via Twitter, incluso il seguente:
14@আরএফকেনেডিইউরোপ: এসএম (সামাজিক মিডিয়া) এবং মানবাধিকারের উপর আরএফকেনেডি সাংবাদিকতা পুরস্কার ২০১২ খোলা এমন বিভিন্ন ব্লগ: http://bit.ly/AwardEntryForm - http://bit.ly/JournalismAward #মিশর #সিরিয়া@RFKennedyEurope: l'edizione 2012 del premio giornalistico RFKennedy sui social media e i diritti umani è aperto ai blog: http://bit.ly/AwardEntryForm - http://bit.ly/JournalismAward #egypt #syria
15রবার্ট এফ কেনেডি কেন্দ্র মানবাধিকার এবং সাংবাদিকতা উভয়টির জন্যে প্রতি বছর পুরস্কার দেয়।Ogni anno il Robert F. Kennedy eroga riconoscimenti nell'ambito dei diritti umani e del giornalismo.
16বছর. ২০১১ সালের সেপ্টেম্বরে মানবাধিকার পুরস্কার বিজয়ী ছিলেন দেশটিতে এলজিবিটিআই (গে, লেসবিয়ান, উভকামী, বহুকামী, আন্ত:কামী) জনগোষ্ঠীকে রক্ষা করা ছত্রীসংস্থা যৌন সংখ্যালঘু উগান্ডার নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক মুগিশা।A settembre 2011 il Premio per i Diritti Umani è stato assegnato a Frank Mugisha, il direttore di Sexual Minorities Uganda, una ONG che raccoglie vari gruppi a difesa dei diritti della comunità LGBT [it] nel Paese africano.