# | ben | ita |
---|
1 | ইরান: টেলিভিশনে দেওয়া স্বীকারোক্তি ভিডিও সাইবার অ্যাক্টিভিজমের জন্ম দিয়েছে | |
2 | ইরানের টেলিভিশনে স্বীকারোক্তি প্রদান দেখানোর ঘটনাকে অনেকে ভ্রূকুটি করছেন। | Iran: video-campagna online contro le “confessioni” dei riformisti |
3 | এতে ধারাবাহিকভাবে এমন একদল সংস্কারপন্থীকে ক্যামেরার সামনে নিয়ে আসা হয় যারা অনেক পরিচিত এবং তাদের কাছ থেকে এক স্বীকারোক্তি আদায় করা হয় যে তারা কমবেশি একই অপরাধের সাথে যুক্ত এবং প্রায় একই ভাষায় এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। | Sono molti a nutrire dubbi sulle confessioni, trasmesse recentemente in televisione, di personalità di spicco del riformismo iraniano, i quali di fronte alla telecamera hanno confessato più o meno gli stessi crimini, descrivendoli in modi simili. |
4 | গুজব রয়েছে, চাপের মুখে এই স্বীকারোক্তি আদায় করা হয় এবং তা ছিল সাজানো, এর বেশ কিছু সমালোচনা এসেছে এবং এক ওয়েব সাইট তৈরি করা হয়েছে, যার নাম “আমাকে স্বীকারোক্তি প্রদান করতে দেখ” এবং ওয়েবসাইটে যে কেউ বা সবাইকে তাদের নিজস্ব ভিডিও টেপে স্বীকারোক্তি প্রদান করার জন্য বলা হচ্ছে। | Si dice che siano state ottenute con la forza e basate su un “copione” comune [in]. C'è anche chi ha creato un sito web chiamato Watch me Confess [in], dove si invita chiunque a inviare la propria confessione video-registrata: |
5 | অবশিষ্ট আমরাও স্বীকারোক্তি প্রদান করছি, এবং তা দেখার জন্য আমরা তাদের আহ্বান জানিয়েছি। | Vi invitiamo a guardare anche la nostra auto-confessione. |
6 | আপনি আপনার ওয়েব ক্যামেরার পিছনে বসে কয়েক মিনিট সময় নিন, এই কয়েক মিনিটে যে কোন বিষয়ে আপনার স্বীকারোক্তি প্রদান করুন। | Sedetevi davanti alla webcam, e dedicare un paio di minuti a confessare ciò che preferite. |
7 | বিকল্প পদ্ধতি, আপনার স্বীকারোক্তি লিখে ফেলুন। | In alternativa, si può inviare una confessione scritta. |
8 | আপনি কোন বিচিত্র মানুষ হতে পারেন এবং বিচিত্র স্বীকারোক্তি প্রদান করতে পারেন, যে ভাবে ইরান সরকার লোকজনকে জোর করে অত্যাচারের মাধ্যমে স্বীকারোক্তি নিচ্ছে (যেমন আপনি সিআইএর লোক এবং আপনাকে বৃটিশ সরকার টাকা দিয়েছে, যাতে আপনি ইরানে নি:শব্দে বিপ্লব সৃষ্টি করতে পারেন বিবিসি ও সিএনএন নামের সংবাদপত্র চ্যানেল ও টুইটার, ফেসবুক এবং গুগল ট্রান্সলেশন ইত্যাদির মাধ্যমে) অথবা আপনি বিষয়টি গুরুত্বের সাথে নিতে পারেন এবং বলতে পারেন আসলেই আপনি কি ভাবছেন। | Potete fare gli stupidi, e confessare il tipo di cose che il Governo iraniano sta costringendo ad ammettere sotto tortura (del tipo: sono un agente della CIA, ho ricevuto finanziamenti dalla Gran Bretagna per dare il via alla rivoluzione di velluto in Iran usando la BBC, CNN, Twitter, Facebook, Google Translate [in], ecc.) oppure potete restare seri, e dire ciò che pensate davvero. |
9 | ট্রু/স্লান্ট-এর বিদেশী প্রতিনিধি মার্ক হেরমান মনে হচ্ছে তার এক প্রিয় স্বীকারোক্তি তুলে দিয়েছেন: | Su True/Slant [in], il corrispondente estero Marc Herman sembra preferire questa confessione [in]: |
10 | এটা বলা মুশকিল এই স্বীকারোক্তি আসলে কি বোঝাতে চায়, ক্যামেরার তোলা ছবির উত্তেজনা, বিশুদ্ধ ইংরেজী উচ্চারণ, এ সব কিছুর বাস্তবতা হল, তার বাস ইজরায়েলে এবং তার এই স্বীকারোক্তি হল সামান্য অভিনয় নয়, যা ধারণা দেয় তার রাজনৈতিক উদ্দীপনা এবং রিয়ালিটি টিভি স্টার হবার ইচ্ছেকে। | Difficile dire cosa colpisce di questa confessione: sarà quella sua strana cadenza, i continui zoom della telecamera, il fatto che la ragazza è israeliana, e una non trascurabile abilità recitativa, che suggerisce un incrocio tra fervore religioso e intenso desiderio di diventare una star televisiva. |
11 | এই জোর করে আদায় করা ভিডিওর মেরিল স্ট্রিপ এবং তার দক্ষতা ধারণা দেয় পাগল হয়ে যাবার মতো এক কাজ। | È la Meryl Streep delle confessioni video coatte, e da quanto mostra il video, è matta da legare: |
12 | অন্য আরেক স্বীকারোক্তিতে এক অদ্ভুত চরিত্রের মুখ ব্যাখ্যা করছে কি ভাবে বন্দীরা সহজেই তাদের ওজন হারাতে পারে। এর জন্য নিবেদিত প্রাণ ধর্মীয় ও ভিআইপি সেবাকে ধন্যবাদ, সত্য বলার বিনিময়েই এই সেবা পাওয়া যাবে। | In un'altra confessione, un personaggio dal volto stravagante spiega [in] come la prigionia sia il modo più facile per perdere peso, grazie al trattamento delicato e al servizio da “VIP”, e tutto ciò in cambio della verità: |
13 | পরবর্তী স্বীকারোক্তি একজন আত্ম স্বীকৃত বিপ্লবীর, যার মাথা থেকে সকল বিপ্লবের চিন্তা এসেছে। | La confessione successiva [in] proviene invece dall'autoproclamatasi “eminenza grigia” dell'intera rivoluzione. |
14 | তার ধূর্ত মন্তব্য শুনে মনে হয় এই স্বীকারোক্তির মধ্য কিছু ধোঁয়াটে ব্যাপার রয়েছে: | Le sue affermazioni gattesche fanno però pensare che qualcosa non quadri nella sua testimonianza: |
15 | এবং এখানে এক স্বীকারোক্তি রয়েছে যা শুরু হয়েছ ইরানী কৌতুক অভিনেতা এব্রাহিম নবাবির পোস্ট করা ভিডিও দিয়ে, যেখানে তিনি নিজে প্রাক্তন উপরাষ্ট্রপতি মোহাম্মদ আলি আবতাহির ভূমিকায় অভিনয় করেছেন, আবতাহি যাকে কিনা আরো ১০০ জন ব্যক্তির সাথে জেলে ঢুকানো হয়, জোর করে তাকে দিয়ে স্বীকারোক্তি প্রদান করানো হয়। | E questa che segue è la confessione [fa] che ha inaugurato l'iniziativa, dove il comico iraniano Ebrahim Nabavi pubblicato il video di una sua imitazione dell'ex vicepresidente Mohammad Ali Abtahi, condannato insieme ad altre 100 persone, e che sarebbe stato costretto a confessare. |
16 | এই ভিডিওটি ফার্সী ভাষায় তৈরি করা হয়েছে এবং এর ইংরেজি অনুবাদ এখানে পাওয়া যাবে। | Il video è in farsi, ma qui ne è disponibile la traduzione inglese [in]. |
17 | এর আগের সব প্রবন্ধে বর্তমানে চলতে থাকে এই ঘটনা সম্বন্ধে আপনি আরো পড়তে পারেন: অন্যতম সংস্কার বাদী আবতাহি বিচারের কাঠগড়ায় এবং টুইটার ও ফেসবুকও বিচারের সম্মুখীন। | Per saperne di più, basta rileggere questi articoli già pubblicati da GV in inglese: Leading Reformist Abtahi on Trial [in] e Twitter and Facebook in Trial [in]. |
18 | এই পোস্টে ইরানের পতাকার যে ছবি ব্যবহার করা হয়েছে তা এস্কান্দারের কাছ থেকে নেওয়া হয়েছে। | |