# | ben | ita |
---|
1 | তিউনিশিয়াঃ পেপার স্প্রে মামলায় ফেমেন কর্মীর বিচার | Tunisia: Attivista di FEMEN accusata di detenzione illegale di spray al peperoncino |
2 | ১৯ বছর বয়সী আমিনা টাইলার ছদ্মনামে পরিচিত তিউনিশিয়ান ফেমেন কর্মীকে পেপার স্প্রে মামলায় ৩০ মে বিচারের জন্য আদালতে আনা হবে। | La 19enne tunisina, attivista di FEMEN [it], conosciuta con lo pseudonimo di Amina Tyler, è stata chiamata in giudizio con l'accusa di possesso di spray al peperoncino. |
3 | আমিনা গত মার্চে ফেসবুকে নিজের বিবস্ত্র ছবি প্রদর্শন করে, স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। | A Marzo, Amina è stata la protagonista delle prime pagine dei giornali locali ed internazionali per una serie di foto di protesta in topless pubblicate su Facebook. |
4 | ১৯ মে, আমিনা রাজধানী তিউনিস থেকে ১৮৪ কি. মি দূরে কাইরোয়ানে, কাইরোয়ানে আনসার আল-শরিয়ার [তিউনিশিয়ায় ইসলামী শাসনের দাবিতে একটি সংঘবদ্ধ দল] বার্ষিক সম্মেলনের দাবির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল। | Il 19 Maggio, Amina si trovava a Kairouan [it], a 184 km dalla capitale Tunisi, per manifestare contro Ansar al-Sharia [gruppo integralista promotore dell'adozione della legge islamica in Tunisia], che avrebbe dovuto tenere il suo congresso annuale in città. |
5 | সরকার “নিরাপত্তা ও জনগণের উপর হুমকি” উল্লেখ করে সমাবেশ নিষিদ্ধ করায় সম্মেলন অনুষ্ঠিত হতে পারে নি। | Il governo, però, aveva già proibito lo svolgimento del congresso, che avrebbe rappresentato una possibile “minaccia alla sicurezza e all'ordine pubblico”. |
6 | যাহোক, আমিনা তার প্রতিবাদ করেছে এবং ঐতিহাসিক আকবা মসজিদের কাছে একটি কবরস্থানের দেয়ালে ফেমেন শব্দটি লিখেছিল। | Ad ogni modo, Amina si trovava lì per protestare ed ha realizzato un graffito con la parola “FEMEN” su un muro cimiteriale vicino alla storica Moschea di Uqba [it]. |
7 | এরপর যখন স্থানীয় জনতা ক্রুদ্ধ হয়ে তাকে “দিগেজ” [যাও] বললে নিরাপত্তা কর্মীরা এসে আমিনাকে পুলিশের গাড়িতে নিয়ে যায়। | Le forze di sicurezza sono intervenute immediatamente per scortare Amina fino a un pulmino della polizia, tra i residenti locali oltraggiati, che le gridavano “dégage” (vattene!). |
8 | মিডিয়ায় প্রচারিত হলেও, আমিনার বিরুদ্ধে আসলে “অশ্লীলতা” মামলা হয় নি। যাহোক, তাকে অলিখিত পেপার স্প্রে মামলায় ছয় মাস কারাদন্ড ভোগ করতে হতে পারে। | Al contrario di quanto scritto in moltissime testate giornalistiche, Amina non è stata accusata di oltraggio al pubblico pudore, bensì per il possesso non autorizzato di spray al peperoncino, violazione che in Tunisia può costare fino a 6 mesi di prigione. |
9 | অ্যাওয়ার্ডজয়ী ব্লগ নাওয়াত জানিয়েছে যে আমিনার বিরুদ্ধে “কবরের মর্যাদাহানির” জন্য মামলা করা হয় নি, এমন একটি মামলা, তিউনিশিয়ান ফৌজদারী আইন অনুযায়ী যার শাস্তি সর্বোচ্চ দুই বছর কারাভোগ। | Il premiato blog Nawaat [fr-ar] ha riportato inoltre che la giovane donna finora non è stata neppure accusata di “profanazione di luoghi sacri”, che comporterebbe fino ai 2 anni di reclusione secondo il Codice Penale tunisino. |
10 | তিউনিস বিষয়ক ফরাসি সাংবাদিক পেরিন ম্যাসি জানানঃ [fr]: | Perrine Massy, inviata francese in Tunisia, racconta [fr]: |
11 | আমিনা ৩০ মে স্প্রে বিচারের সম্মুখীন হবে। | Amina apparirà dinanzi alla corte il 30 Maggio per possesso non autorizzato di spray paralizzante. |
12 | তার আইনজীবীদের একজন জনাব শোহেইব বাহরির বক্তব্য অনুসারে, এই তরুণীর ব্যাগে স্প্রে পাওয়া গেছে। | Secondo Souheib Bahri, uno degli avvocati della ragazza, lo spray è stato trovato nello zaino di Amina. |
13 | আমরা এখনও নিশ্চিত হতে পারি নি যে সে সেটি আত্মরক্ষার জন্য ব্যবহার করতে চেয়েছিল কিনা। | Non siamo ancora in grado di stabilire se le intenzioni della giovane erano di usare lo spray per legittima difesa o meno. |
14 | সম্ভাব্য “সমাধিক্ষেত্রের মর্যাদাহানি” মামলায় শুধু বক্তব্য উল্লেখ করা হয়েছে, কোন সাধারণ বাদী নেই এবং অভিযোগের বিষয় নেই (সাময়িক)। | La possibile accusa di “profanazione di luogh sacri” è stata solo menzionata nella ricostruzione dei fatti, ma non realmente presa in considerazione dal procuratore generale, e al momento non è l'oggetto del procedimento. |
15 | সবশেষে, কেউ কেউ (সংবাদমাধ্যম) জানিয়েছে, আমিনার বিরুদ্ধে কোন “অশ্লীলতা” বা শীতল যুদ্ধ মামলা করা হয় নি। | Infine, contrariamente a quanto asserito da alcuni giornali, Amina non è stata accusata di oltraggio al pubblico pudore, né di possesso di armi leggere. |
16 | নাওয়াত আমিনার সাথে ১৯ মে কাইরোয়ানে তার বিক্ষোভ বিষয়ের একটি সাক্ষাতকারের ভিডিও ফুটেজও (ইংরেজি অনুবাদসহ) প্রকাশ করেছে। | Nawaat ha inoltre ottenuto le riprese (con sottotitoli in inglese) di un'intervista ad Amina, e della sua azione di protesta a Kairouan il 19 Maggio. |