Sentence alignment for gv-ben-20130614-36813.xml (html) - gv-ita-20130616-80900.xml (html)

#benita
1শিল্পীদের সঙ্গে ভিডিও কথোপকথনে সমসাময়িক ভারতীয় শিল্পকলা অন্বেষণIndia: gli artisti contemporanei si raccontano in video interviste
2দ্যা রিগার্ডিং ইন্ডিয়া প্রকল্প হচ্ছে ভারতীয় শিল্পীদের সঙ্গে তাদের কাজের বিষয়ে ভিডিও সাক্ষাৎকারের একটি সিরিজ। প্রকল্পটি কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পী এবং শিল্প অধ্যাপক ক্যাথরিন ম্যাইয়ার্স দ্বারা পরিচালিত হচ্ছে।Il progetto Regarding India [en, come i link seguenti, salvo dove diversamente indicato] è costituito da una serie di video interviste ad artisti indiani riguardo al loro lavoro e condotte da Kathryn Myers, pittrice e professoressa di Storia dell'Arte presso l'università del Connecticut.
3ম্যাইয়ার্স মূলত: ভারতের শিল্প ও সংস্কৃতির উপর গবেষণা করছেন। ২০১১ সালে একটি ফুলব্রাইট ফেলোশিপের সময় তিনি প্রকল্পটির কাজ শুরু করেন।Le ricerche della Myers si concentrano sull'arte e sulla cultura indiane e ha dato avvio al progetto in questione durante lo svolgimento di un Programma Fulbright [it] nel 2011.
4শিল্পকলার একজন শিক্ষার্থী থাকা অবস্থায় একটি সাক্ষাত্কার দেখে তিনি রিগার্ডিং ইন্ডিয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন।Regarding India ha tratto ispirazione da un'intervista a cui la donna ha assistito quando era una studentessa ed è stato pensato per inserirsi all'interno del corso sull'arte e cultura popolare indiane di cui è titolare.
5তখন তিনি ভারতীয় শিল্প ও জনপ্রিয় সংস্কৃতির উপর শিক্ষা দেবার জন্য একটা কোর্সের ডিজাইন করেন।Inoltre, il progetto è stato immaginato come una risorsa per chiunque sia interessato all'arte contemporanea dell'India.
6সমকালীন ভারতীয় শিল্প সম্পর্কে আগ্রহী যেকোন কারও জন্য এটি একটি সম্পদ।Finora sono stati intervistati sessanta artisti; i video vengono caricati sul sito di Regarding India appena montati.
7এ পর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেওয়া হয়েছে এবং ভিডিও সম্পাদনা শেষ হলেই সেগুলো রিগার্ডিং ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড করা হবে।
8শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা সারনাথ ব্যানার্জী, যিনি ভারতের প্রথম গ্রাফিক ঔপন্যাসিক হিসাবে পরিচিতঃL'artista e regista Sarnath Banerjee è meglio conosciuto come il primo graphic novelist indiano:
9অর্পনা কাউর একজন চিত্রশিল্পী, যার কাজে আধ্যাত্মিক ভাবনা প্রকাশ পায়ঃArpana Caur è una pittrice che, attraverso il suo lavoro, esplora temi legati alla spiritualità:
10দীনেশ খান্না, একজন সুপরিচিত আলোকচিত্রীঃDinesh Khanna è un famoso fotografo:
11কৃষ্ণরাজ চোনাট একজন ভাস্কর এবং ইনস্টলেশন শিল্পী, যিনি তাঁর কাজে রীতিবিরুদ্ধ উপকরণ ব্যবহার করেন। যেমন, চন্দন কাঠের সাবান ও ই-বর্জ্যঃKrishnaraj Chonat è uno scultore e creatore di installazioni che usa materiali non convenzionali come il sapone al legno di sandalo e i rottami degli apparecchi elettronici.