# | ben | ita |
---|
1 | ভারত স্বর্ণ ভালবাসে। তাহলে কেন অভিনেত্রী রীমা কালিংগাল সোনার গয়না ছাড়া বিয়ে করছে? | India: Tutti pazzi per l'oro, ma perchè l'attrice Rima Kallingal si è sposata senza? |
2 | ভারত স্বর্ণ ভালবাসে। এই বছরের শুরুতে ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়, যার ফলে লোকজন এই মূল্যবান ধাতু কেনার জন্য দোকানে ছুটে যায়। | All'inizio di quest'anno, in India, il prezzo dell'oro è crollato, inducendo la gente a precipitarsi in massa verso i negozi per acquistare il metallo prezioso. |
3 | ছবি সঞ্জয় কর্মকার। | Immagine di Sanjoy Karmakar. |
4 | কপিরাইট ডেমোটিক্সের (১৮/৪/২০১৩)। | Copyright Demotix (18/4/2013) |
5 | ভারতের দক্ষিণ পশ্চিমের প্রদেশ কেরালা স্বর্ণের প্রতি আকর্ষণের বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী। | Il Kerala, stato sudorientale dell'India, ha un' impareggiabile brama d'oro. |
6 | গত বছর নিউইয়র্ক টাইমস কেরালাকে “স্বর্ণের নিজের দেশ” নাম উপাধি দেয়। এই প্রদেশে ভারতের মোট জনসংখ্যার ৩ শতাংশ বাস হলেও, প্রতি বছর এই প্রদেশ ভারতের মোট স্বর্ণের ২০ শতাংশ ব্যবহার করে। | Soprannominato dal New York times lo scorso anno come “il paese dell'oro” [en, come i link seguenti, salvo diversa indicazione], questo stato conta solo il 3% della popolazione indiana, ma consuma ogni anno ben il 20% dell'oro dell' intero paese. |
7 | এশিয়ার কয়েকটি বৃহৎ স্বর্ণের শোরুম এই কেরালায় অবস্থিত। | In Kerala si trovano alcuni degli showroom dell'oro tra i più grandi dell' Asia. |
8 | এখানে সদ্যজাত শিশু জন্মের পর তাকে সোনার গুঁড়ো মধু মাখিয়ে খাওয়ানোর ঐতিহ্য রয়েছে। | Qui i neonati vengono nutriti con povere d'oro e miele. |
9 | সাধারণত এখানে কনেকে পা থেকে মাথা অবধি সোনার অলংকারে মোড়ানো হয়। | Le spose sono solitamente agghindate d'oro dalla testa ai piedi. |
10 | আর এই কারণে ভারতের অঙ্গরাজ্য কেরালার অভিনেত্রী রিমা কালিংগাল, সম্প্রতি আলোচনায় উঠে আসেন যখন তিনি এই মূল্যবান ধাতু ছাড়া সাদাসিদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেন। | E' per questo motivo che l'attrice indiana Rima Kallingal [malayam, lingua del Kerala], originaria del Kerala, ha recentemente creato numerose polemiche quando si è sposata con una cerimonia semplice, senza il prezioso metallo. |
11 | যখন তার সাথে কাজ করা বেশীরভাগ চলচ্চিত্র তারকা কোন গয়নার দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে, সেখানে তার সিদ্ধান্ত একটি দিকনির্দেশনা প্রদান করল। | In un momento in cui molte sue colleghe famose spesso appaiono come testimonial di marche di gioielli, la sua decisione ha lanciato un grande messaggio. |
12 | তার এই সিদ্ধান্তের পেছনের কারণ তিনি ফেসবুকে ব্যাখ্যা করেছেন: | Rima ha spiegato le sue ragioni su Facebook [malayam]: |
13 | অভিনেত্রী রিমা কালিংগাল। | L'attrice Rima Kallingal. |
14 | ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া। | Immagine via Wikimedia Commons. |
15 | সিসিবাই-এসএ। | CC BY-SA |
16 | আজ, যদি আজ আমার দাদী জীবিত থাকত, তাহলে আমাকে কনের বেশে দেখে দারুণ খুশী হতেন, সাথে সাথে আপদমস্তক সোনার গয়নায় মোড়ানো না দেখে তার হৃদয় ভেঙ্গে যেত! | Oggi, se mia nonna fosse viva, sarebbe rimasta affascinata nel vedermi come sposa, ma allo stesso tempo sarebbe stata straziata nel vedermi non vestita d'oro dalla testa ai piedi! |
17 | ছোট থেকে, আমি জানতাম যে আমি আমার বিয়েতে এত গয়না পড়তে চাই না… নান্দনিক কারণে… কিন্তু যতই আমি বড় হতে থাকলাম, ভিন্ন অনেক কারণে আমার ভেতর এই অনুভূতি জোরালো হতে থাকল, আর আজ আমি যখন বিয়ে করতে যাচ্ছি, আমি চাই এই সুন্দর জীবনটা যা আমার রয়েছে এবং চলচ্চিত্র আমাকে যে অসাধারণ অবস্থান তৈরী করেছে তা আমাকে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদে এক জোরালো মত প্রদানের জন্য জায়গা তৈরী করে দিয়েছে, যা কিনা আমরা এখনো নির্লজ্জ এবং নীরবে অনুসরণ করে থাকি, আর আমি আমার এই সিদ্ধান্ত সেই সমস্ত লক্ষ লক্ষ পিতামাতার উদ্দেশ্য উৎসর্গ করলাম, যারা সন্তানের বিয়ের খরচ জোগাতে সারা জীবন পার করে দেয়! | Fin da quando ero molto piccola, ho sempre saputo che non avrei voluto indossare molto oro al mio matrimonio… Per ragioni estetiche… Ma crescendo quest' idea si è rafforzata in me, anche ad altri livelli, e oggi, sposandomi, voglio sfruttare la magnifica vita che ho e l'incredibile palcoscenico che il cinema mi ha dato, per trasmettere la mia tenace protesta contro la ‘dote', un sistema che ancora oggi ci attanaglia sfacciatamente e silenziosamente, e per dedicare la mia decisione a quei milioni di genitori che hanno passato la propria vita ad arricchirsi grazie ai matrimoni dei propri figli! |
18 | আজ, আমি এক টুকরা সোনাও অঙ্গে জড়াবো না | Oggi non indosserò un singolo grammo d'oro :) |
19 | স্বর্ণ ইতিহাসে কেরালা | La lunga storia dell'oro del Kerala |
20 | অনেক সভ্যতা এবং সংস্কৃতিতে স্বর্ণের উন্মাদনা বিষয়টি ইতিহাসে ভালোভাবে লিপিবদ্ধ করা হয়েছে। | La storia ha ben documentato la smania per l'oro di molte civiltà e culture. |
21 | ফারাও, রাজা, মহারাজা এবং ৪৯-এর তথাকথিত আমেরিকার পশ্চিম, সকলের এই মূল্যবান ধাতুর প্রতি আগ্রহ ছিল। | Faraoni, re, imperatori e i protagonisti della ‘Corsa all'oro' del 1849 in America orientale: tutti avevano un particolare fiuto per questo metallo prezioso. |
22 | স্বর্ণের প্রতি ভারতের ভালবাসা বিনিয়োগের চেয়ে বেশী। | L' amore indiano per l'oro è molto più di un semplice investimento. |
23 | এই বিষয়ের সাথে আবেগ, সংস্কৃতি, ধর্মীয় ও আর্থ সামাজিক বিষয় যুক্ত রয়েছে। | E' un aspetto emotivo, culturale, religioso e socio-politico. |
24 | এই হলুদে ধাতুর প্রতি ভারতের ভালবাসা ইতিহাস ৪,০০০ বছরের পুরোনো, যখন সিন্ধু উপত্যকার নাগরিকরা প্রথম সোনাকে অলংকারে রূপান্তরিত করে। | L'amore indiano per il metallo giallo risale ad oltre 4000 anni fa, quando la popolazione della valle dell'Indo ha per la prima volta utilizzato l'oro per produrne gioielli. |
25 | একই সাথে এর টিকে থাকার ইতিহাস রয়েছে; স্বর্ণ হচ্ছে এমন এক উপাদান যাকে কেউ সংরক্ষণ করে রাখতে পারে এবং কোন ধরনের আমলাতান্ত্রিক হস্তক্ষেপ ছাড়াই সহজে তা হস্তান্তর করতে পারে। | Ma è stata anche una storia di sopravvivenza; l'oro era un qualcosa che poteva essere conservato e lasciato in eredità, senza interferenze burocratiche. |
26 | ভারতের লক্ষ লক্ষ নাগরিক সোনার গয়না বন্ধক রেখে ব্যবসা বা সিকিউরিটিজ-এ বিনিয়োগ করে। | Milioni di persone in India hanno investito in attività o in titoli impegnando i propri gioielli in oro. |
27 | এই মূল্যবান ধাতুর সাথে মানুষের সংশ্লিষ্টতা অনেক গভীরে। | Il vincolo che lega la gente a questo prezioso metallo è molto profondo. |
28 | যদিও তা শুধুমাত্র সোনার জন্য নয়, তবে এই সোনা না থাকলে সাধারণ ভারতীয়কে ইতিহাস আরো বাজে ভাবে জায়গা করে নিতে হত, আর এ কারণে, নয় বছরের এক বালিকা নিরুপমা ইতিহাসে নিজেকে ঠাঁই করে নেয়, যে ১৯৩৪ সালে ব্রিটিশ কলোনি থাকা অবস্থায় শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য তার সকল সোনার গয়না স্বাধীনতা সংগ্রামীদের দান করে দেয়। | Se non fosse stato per l'oro, il destino del popolo indiano nel corso della storia sarebbe potuto essere peggiore. E' per questo che ha ancora una forte valenza la storia di Nirupama, una ragazzina di 9 anni che cedette tutti i suoi gioielli in oro a beneficio della lotta per la libertà contro i Britannici nel 1934, quando l'India era ancora sotto le leggi coloniali. |
29 | কেরালার স্বর্ণ ইতিহাসের শুরু তখন থেকে যখন রোমানরা সোনার বিনিয়মে মশলা কিনত। | La storia dell'oro del Kerala ha avuto inzio quando i Romani barattavano i metalli con le spezie. |
30 | এখন কেরালার স্বর্ণ শিল্পে প্রায় ২০০,০০০ জন নাগরিক কাজ করে এবং এই বলা হয়ে থাকে প্রদেশে ৫,০০০ খুচরা বিক্রেতা রয়েছে। | Oggigiorno, più di 200.000 persone in Kerala lavorano nell'industria dell'oreficeria e si dice che lo stato abbia più di 5000 rivenditori. |
31 | সোনার প্রতি আকর্ষণের বিষয়টি আরো দৃশ্যমান হয় বিয়ের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে কনেরা এত বেশী এই মূল্যবান ধাতু পড়ে যে গয়নার ওজনের ভারে কনের ঠিকমত হাঁটতে না পারা একটা সাধারণ দৃশ্য। | La prova più evidente di questa ossessione per l'oro può essere vista nei matrimoni, in cui le spose indossano così tanto oro che il suo peso può rendere difficile muoversi con grazia, questa è una scena diventata ormai ordinaria. |
32 | “যৌতুক কেবল স্বর্ণ নয়” | ‘La dote non riguarda solo l'oro' |
33 | এমনকি যদিও তা অবৈধ, কিন্তু তারপরেও যৌতুক (কনের পরিবার থেকে বর বা বরের পরিবারকে প্রদান টাকা কিংবা সম্পদ) কেরালার যাপিত জীবনে অস্বাভাবিক কোন বিষয় নয়, যদিও বিয়ের দিন কনের গয়না পড়ার যে ফ্যাশান এমন নয় যে তা যৌতুক প্রথার কোন অংশ। | Benché sia illegale, la dote [it] (cioè la ricchezza ceduta dalla famiglia della sposa allo sposo e alla sua famiglia) non è un elemento raro della vita in Kerala, sebbene la moda delle spose di indossare ornamenti in oro il giorno del loro matrimonio non deve necessariamente essere considerata parte della dote. |
34 | গত কয়েক দশক ধরে ভারতে যৌতুকের কারণে ঘটা সংঘাত এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধিতে, এই প্রথা এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। | Visto l'aumento della violenza e delle morti legate alla dote nell'ultima decade in India, la tradizione è diventata un motivo di preoccupazione. |
35 | রিমা কালিংগালের বিয়ের দিন সোনার গয়না না পড়ার সিদ্ধান্তকে অনেক নেট নাগরিক যৌতুক প্রথার বিরুদ্ধে এক লড়াই হিসেবে দেখছে এবং তারা এতে উল্লসিত। | Molti utenti dei social media hanno esultato per la decisione presa dall'attrice Rima Kallingal, di non indossare oro durante il suo matrimonio, considerandola come un messaggio contro il sistema della dote. |
36 | সিয়া সিয়াইয়া নামক ভদ্রমহিলা, যিনি দুবাইতে বাস করেন, তিনি বলেছেন যে তিনি কালিংগালের একই অনুভূতি তার সন্তানের মাঝে ছড়িয়ে দেবেন: | L'utente Siya Siyaa, una donna residente a Dubai, ha affermato di voler tentare di trasmettere gli stessi valori di Kallingal alle sue figlie: |
37 | রীমা তোমাকে ভালবাসি… যদি এখন এটা আমার (বিয়ে) হত, তাহলে আমি সেই একই অবস্থান গ্রহণ করতাম। এখন আমি আমার সন্তানদের মাঝে এই দৃষ্টিভঙ্গি স্থাপন করতে চাই। | Reema ti adoro… se fosse ora (il mio matrimonio), vorrei aver preso la stessa decisione… ora posso solo cercare di infondere queste vedute ai miei pargoli… :) |
38 | ব্লোগান তার ব্লগে চিন্তা প্রকাশ করছে প্রচার মাধ্যম এই ঘটনায় কেন এই অভিনেত্রীর প্রতি মনোযোগ প্রদান করেনি: | L'utente Blogan ha riflettuto sul suo blog [malayam, come i seguenti, salvo diversa indicazione], sul perché i media non avessero dato all'attrice molta attenzione sulla questione: |
39 | এমন এক সংস্কৃতি যেখানে সোনার প্রতি উন্মাদনার জন্য লজ্জিত হওয়া উচিত, সেখানে রিমার এই অবস্থানের প্রতি আমরা খুব একটা মনোযোগ প্রদান করিনি, আর প্রচার মাধ্যম কখনো এই বিষয়টি নিয়ে আলোচনার সাহস করেনি, তার বদলে তারা ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের জমকালো বিবাহ অনুষ্ঠানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। | Una cultura fanatica dell'oro dovrebbe sentirsi imbarazzata del fatto che non sia stata data molta importanza alla presa di posizione di Rima, e che i mass media non si siano mai interessati alla questione, dato che solitamente sbavano su ogni matrimonio pomposo della gente ricca e famosa. |
40 | যখন যৌনতাড়িত ঘটনার শেষ পর্যন্ত আলোচিত হয়েছে, সেখানে এক নারীর এই অসাধারণ মনোভাবের ঘটনাকে সামান্যতম জায়গা প্রদান করা হয়নি। | In un contesto in cui ogni caso di sfruttamento sessuale viene trattato in maniera estrema, ad un così grande gesto compiuto da una donna non è stato dato nessun adito. |
41 | কেবল ফ্লিম ক্রিটিক নামে পরিচিত এক ব্লগার লিখেছে: | Un blogger, noto solo come Film Critic, ha scritto: |
42 | রীমা এবং [তার স্বামী] আশিককের বিষয়ে আমার অনেক আপত্তি রয়েছে, তবে তারা সত্যিকারের একটি পদক্ষেপ গ্রহণ করেছে। | Ho molte perplessità in merito a Rima e a [suo marito] Ashig, ma loro sono stati davvero molto coerenti. |
43 | কেবল মাত্র গোলাপের মালা গলায় দিয়ে, তারা খুব সাধারণভাবে বিয়ে করল, যা অত্যন্ত ইতিবাচক এক বিষয়। | Hanno tenuto una cerimonia semplice, con sole ghirlande di rose, il ché è un qualcosa di estremamente positivo. |
44 | প্রচলিত গয়না গায়ে এক ভারতীয় বধূ। | Un tipico gioiello indiano da sposa. |
45 | ছবি ফ্লিকার ব্যবহারকারী লোকেন্দ্র নাথ চৌধুরীর। | Immagine di Lokendra Nath Roy-Chowdhury, utente di Flickr. |
46 | সিসি-বাই-এনসি-এস। | CC BY-NC-SA |
47 | তবে সকল ব্যবহারকারী অভিনেত্রীর এই মন্তব্যে এতটা উল্লসিত ছিল না। | Ad ogni modo, non tutti gli utenti sono stati contentissimi dei commenti dell'attrice. |
48 | রেশমি ভাভা, আইআইএসইআর-পি-আর এর গবেষণার ছাত্রী, সে তার গুগল প্লাস একাউন্টে লিখেছে: | Resmi Vava, una studentessa ricercatrice dell' IISER-P, ha scritto sul suo account Google Plus: |
49 | যৌতুক কেবল স্বর্ণের বিষয় নয়, এটা এই বিষয়ে খুব সাধারণীকরণ করা হবে আর এতে আমার আপত্তি রয়েছে। | La dote non riguarda solo l'oro, che non è altro che un'eccessiva semplificazione della questione, ed io ho diverse perplessità contro di essa. |
50 | তবে তারপরেও এই দৃষ্টিভঙ্গিটি খুব কৌতূহল জনক। | Tuttavia, i suoi punti di vista sono interessanti. |
51 | শ্রীবীথা পি. | Sreebitha P. |
52 | ভি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্নাটকের এক সহকারী অধ্যাপক, রাউন্ড টেবিল ইন্ডিয়ার ওয়েব সাইটে তিনি এক কৌতূহলজনক অবস্থান গ্রহণ করেছেন: | V., assistente presso l'Università Centrale di Karnataka, ha assunto un' interessante posizione [en], sul sito Round Table India: Non sono mica state ragioni estetiche ad impedirmi di indossare l'oro. |
53 | ঘটনাক্রমে, রিমার মত উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের নারীরা বিয়েতে সোনার গয়না না পড়ার সিদ্ধান্ত গ্রহণ করার সহজ, তার বদলে অন্য কিছুতে লাখ লাখ টাকা ঢালতে পারে। | Semplicemente sono state le circostanze socio-economiche in cui sono nata. Infatti, è molto facile per donne di casta alta e di classi privilegiate come Rima prendere la decisione di non indossare oro per il proprio matrimonio e contribuire così a migliaia di altre cause. |
54 | তাহলে অন্য সব নীচু জাতি এবং দলিতদের বেলায় কি হবে যারা এমনকি চাইলে যাদের সোনার গয়না পড়ার সামর্থ্য নেই, বিশেষ করে কেরালার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যেখানে সোনার গয়না এক সামাজিক মর্যাদার প্রতীক! | E cosa dire allora della gente appartenente alla casta sottosviluppata [nota come OBC - Other Backward Class] o dei Paria [o Dalit, ossia i fuori-casta, gli intoccabili] che non possono avere la fortuna di indossare l'oro anche quando lo desidererebbero, soprattutto nel contesto socio-culturale del Kerala, dove l'oro simboleggia il proprio status sociale! |
55 | তাহলে অন্য সব নীচু জাতি এবং দলিতদের ব্যাপারে কি হবে যারা মনে করে যে সোনার গয়না পড়ে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে পারা তাদের অধিকার? | E cosa diciamo delle persone dell' OBC o dei Paria, che pensano che sia un loro diritto conquistare questo status indossando l'oro? |
56 | এ ক্ষেত্রে অন্য সব নীচু জাতি এবং দলিতদের কি হবে, যারা নিরুপায় হয়ে বিশ্বাস করে যে কেবল সোনার গয়না পড়ে তারা জাত প্রথার মোকাবেলা করতে পারবে? | Cosa dire delle persone dell' OBC e dei Paria, che credono disperatamente di poter fronteggiare il patriarcato di casta indossando dell'oro? |
57 | শ্রীবীথা একই সাথে “কাল্লুমালা সামারামা” (পাথুরে গয়নার বিদ্রোহ) কথা উল্লেখ করেন, যা কেরালার কোল্লামের কাছে কাঞ্জাভেল্লিতে সংঘঠিত হয়েছিল। যেখানে অচ্ছুৎ জাতির (পুলাইয়া) নারীদের সোনার এবং পাথরের গয়না পড়ার জন্য উচ্চ জাতির নারীদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। . | Sreebitha fa anche riferimento alla “Kallumala samaram” (la ‘rivolta delle collane di pietre preziose') che ebbe luogo a Kanjaveli, vicino Kollam, in Kerala, dove le donne della casta più bassa (Pulaya) dovettero lottare con la casta più alta per poter indossare oro e pietre preziose [en]. |
58 | যেখানে ভারতীয়রা এখনো সুশাসনের জন্য লড়াই করছে এবং যেখানে ভারতীয়দের এখনো কোন সামাজিক নিরাপত্তা বলয় নেই, এবং যখন গ্রাম্য জীবনে এখনো উত্তম ব্যাংক প্রথার অভাব রয়েছে। এমন এক বিনিয়োগ যা তাদের সামাজিক গতিশীলতায় সামনে এগিয়ে নেওয়ার এক সম্ভাবনা তৈরী করে এই পছন্দের এই মূল্যবান ধাতু। | Sebbene gli Indiani lottino ancora contro un'autorità mediocre e contro la mancanza di una rete di sicurezza sociale, e sebbene le aree rurali siano ancora prive di un buon sistema bancario, un investimento che essi possono addirittura indossare e che racchiude la possibilità di salire nella scala sociale, rimarrà proprio il metallo prezioso della scelta. |