# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস + কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড | Partnership tra Global Voices e <em>Conversations for a Better World</em> |
2 | ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) অর্থায়নে একটি নতুন ব্লগ চালু হয়েছে, যার নাম কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড বা আরো ভালো এক পৃথিবীর জন্য কথা বলা। গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এতে লেখার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। | Conversations for a Better World [in], un nuovo blog/progetto sponsorizzato dal Fondo delle Nazioni Unite per le attività in materia di popolazione (United Nations Population Fund, UNFPA), ha incaricato i blogger di Global Voices di documentare le diverse “conversazioni online” che trattano di popolazione e sviluppo in tutto il mondo. |
3 | তাদের কাজ হচ্ছে অনলাইনের সারা বিশ্বের জনসংখ্যা ও উন্নয়ন সম্বন্ধে যে সমস্ত কথোপকথন হবে, সে গুলো তুলে ধরার ব্যাপারে সাহায্য করা। | |
4 | এক ডজন গ্লোবাল ভয়েসেস ব্লগার তাদের ব্লগোস্ফেয়ার থেকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, তারুণ্য এবং যৌনতা, মাতৃত্ব, পুনরুৎপাদন অধিকার এবং আরো অনেক বিষয়ে বিভিন্ন গল্প জানাবে। আগামী ছয় মাস তারা কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এই সব গল্প সবার সাথে শেয়ার করবে। | Almeno una dozzina di blogger di Global Voices si alterneranno nel rilanciare le storie [in] che nelle rispettive blogosfere parlano di ambiente e cambiamento climatico, giovani e sessualità, maternità, diritti riproduttivi e altro ancora, nel corso dei prossimi sei mesi su Conversations for a Better World. |
5 | প্রত্যেক মাসে একটা নতুন বিষয় থাকবে এবং দুইজন ব্লগার এর দায়িত্ব প্রাপ্ত হবেন। | L'argomento cambia mensilmente [in] e ogni volta ci sono due nuovi blogger responsabili. |
6 | আয়শা সালদানহা ( বাহরাইন) ও রেজওয়ান (বাংলাদেশ) আগস্টের গল্প গুলো সম্পাদনা করবেন এবং তারপর সেপ্টেম্বরে এর দায়িত্বপ্রাপ্ত হবে এনদেসানজো মাচা (তান্জানিয়া) এবং এনজেরি ওয়ানগারি (কেনিয়া)। | Ayesha Saldanha [in] (Bahrain) e Rezwan [in] (Bangladesh) hanno seguito il progetto nel mese di agosto e Ndesanjo Macha [in] (Tanzania) e Njeri Wangari [in] (Kenya) sono appena subentrati per settembre. |
7 | এখন পর্যন্ত আমরা আফ্রিকা ও এশিয়ার এইচআইভি পজিটিভ ব্লগারদের কথা শুনেছি, মধ্যপ্রাচ্যে এইডস রোগীদের প্রতি মনোভাবের কথা জেনেছি এবং তীব্র দারিদ্রের কারণে ভারতীয় কৃষকদের আত্মহত্যার ঘটনা, ভারতীয় ব্লগারদের মাধ্যমে জেনেছি। | Finora abbiamo letto di blogger sieropositivi in Africa e Asia [in], di posizioni e atteggiamenti verso l'AIDS in Medio Oriente [in], mentre i blogger dell'India hanno parlato di agricoltori suicidi a causa dell'estrema povertà [in]. |
8 | এটা আমাদের জন্য একটা সুযোগ, বেসরকারী প্রতিষ্ঠান ও জাতিসংঘের শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এবং পুরো গ্লোবাল ভয়েসেসের কমিউনিটির কাছেও। এটা আয় করার একটি বিকল্প পদ্ধতিও বটে। | Per noi è un'occasione unica di raggiungere le ONG e l'audience delle Nazioni Unite, oltre ad essere una fonte alternativa di reddito [it] assai gradita per Global Voices. |
9 | এই ওয়েবসাইটে আমার কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ডে এর লেখা পুনরায় গ্লোবাল ভয়েসেসে বিশেষ প্রতিবেদন পাতায় পোস্ট করছি এবং লিঙ্গুয়া ওয়েবসাইটের মাধ্যেম সকল অনুবাদ সংস্করণে তার লিঙ্ক পাঠাচ্ছি। | Questi post per Conversations for a Better World vengono ripubblicati anche su una apposita pagina [in] di Global Voices, inclusiva dei link alle versioni eventualmente tradotte nei vari siti di Lingua [in]. |
10 | কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড এখনও তার পরিধি বাড়াচ্ছে এবং আরো স্বেচ্ছাসেবী প্রদায়ক বা কন্ট্রিবিউটরের খোঁজ করছে এবং যে কেউ এখানে সহজেই নিবন্ধন করতে পারবে ও তার প্রবন্ধ ও মন্তব্য জানাতে পারবে। | Conversations for a Better World è un'iniziativa in fase di crescita e cerca collaboratori volontari. Invitiamo la nostra comunità a prendervi parte inviando le proprie storie, ed è semplice per chiunque registrarsi [in] e condividere articoli o commenti. |
11 | উন্নয়নের বাঁধা পেরুনো জন্য এখনও আমাদের আরো অনেক কাজ করতে হবে। অজ্ঞতা অথবা সচেতনতার অভাব উন্নয়নের অন্যতম বাঁধা। | C'è ancora molto da fare per abbattere le barriere allo sviluppo che nascono dall'ignoranza e dalla mancanza di consapevolezza e conoscenza. |
12 | সারা বিশ্বের অনেকে এসব বিষয় সম্বন্ধে পড়ে এবং খোলামেলা ভাবে কথা বলার মধ্যে দিয়ে, ব্লগাররা প্রতিদিনের জীবনে যা দেখছে, তার ক্ষেত্রে ছোট্ট এক পার্থক্য গড়তে আমরা সাহায্য করতে পারি। | Leggendo e parlando apertamente di molti argomenti che i blogger di tutto il mondo riscontrano nella loro quotidianità, possiamo dare il nostro (piccolo) contributo verso il cambiamento. |