Sentence alignment for gv-ben-20150612-49180.xml (html) - gv-ita-20150517-95341.xml (html)

#benita
1সপ্তাহব্যাপী ছুটিতে জাপানে কী ঘটে?Cosa accade in Giappone durante la lunga vacanza della Settimana d'oro?
2গোল্ডেন উইকে জাপানের ওসাকা স্টেশনের চিত্র। ছবি তুলেছেন ক্রিস গ্লাডিস।La “Settimana d'oro” alla stazione di Osaka, 4 Maggio, 2007, foto di Chris Gladis.
3সিসি ২.CC 2.0.
4০ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহার করা হয়েছে (০৪/০৫/২০০৭)।Vi sono sentimenti contrastanti quando le lunghe vacanze della Settimana d'oro giapponese [it] volgono al termine.
5গোল্ডেন উইকের টানা ছুটি শেষে জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।Alcuni sono tristi di tornare al lavoro, mentre altri sono felici che la famiglia sia fuori casa e che la vita torni alla normalità.
6আবার সেই পুরোনো একঘেয়েমি কর্মযজ্ঞে যোগ দিতে হবে ভেবে কেউ কেউ দু:খিত। ছুটিতে বাড়ি ঘুরে আসতে পেরে কেউ খুব খুশি।La Settimana d'oro è un insieme di festività giapponesi che hanno luogo tra la fine di aprile e l'inizio di maggio, e molti lavoratori hanno circa una settimana di ferie.
7কেউ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে খুশি।Nel 2015, la “settimana” è cominciata il 29 aprile.
8গোল্ডেন উইক হলো জাপানের একটানা ছুটির সপ্তাহ, যা এপ্রিলের শেষে শুরু হয়ে মে'র প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এ সময়ে বেশিরভাগ জাপানিজ কাজ থেকে এক সপ্তাহের ছুটি পায়।Dal momento che, solitamente, in Giappone tutti vanno in ferie nello stesso periodo, l'inizio e la fine della Settimana d'oro vedono lo spostamento di enormi masse di persone sulle strade, sui treni e negli aeroporti.
9২০১৫ সালে গোল্ডেন উইক শুরু হয়েছে এপ্রিলের ২৯ তারিখ থেকে। এ সময়ে জাপানের সবাই একযোগে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে।La fine di queste festività, conosciuta come la corsa con “inversione a U” dal momento che milioni di persone fanno ritorno a casa, è l'argomento preferito dei notiziari.
10তাই গোল্ডেন উইক শুরু এবং শেষে রাস্তায়, ট্রেনে এবং বিমানবন্দরে মানুষের বিপুল চাপ পড়ে।
11গোল্ডেন উইকের শেষ দিকটা “ইউ-টার্ন” ভিড় নামে পরিচিত।Ultimo giorno della Settimana d'oro: l'inversione a U porta folle di persone negli aeroporti e nelle stazioni.
12নীড়ে ফেরা মানুষের ভিড়-ভাট্টা'র গল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়:La Settimana d'oro è tipicamente il periodo di vacanze più lungo dell'anno concesso ai giapponesi.
13[ক্যাপশন] গোল্ডেন উইকের শেষ দিন: বাড়ি ফেরা মানুষের কারণে বিমানবন্দর ও রেল স্টেশনে “ইউ-টার্ন” ভিড়ের সৃষ্টি হয়েছে।
14জাপানিরা বছরে সবচে' বড় ছুটি পায় গোল্ডেন উইকে।
15এ সময়টা তারা নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করে থাকে। অন্যান্য বড় ছুটির মধ্যে রয়েছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, মধ্য আগস্টে ও-বন উৎসব।A differenza di altre vacanze lunghe, come quella di Capodanno all'inizio di gennaio e della O-Bon, la celebrazione dei morti che avviene a metà agosto, occasione per ricongiungimenti familiari, la Settimana d'oro può essere celebrata come si preferisce.
16সেসময়েও তারা পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে উদযাপন করে। গোল্ডেন উইক পালন জাপানের খুব পুরোনো প্রথা নয়।Le vacanze della Settimana d'oro ebbero origine nel periodo postbellico, con l'obiettivo di permettere ai cittadini di fare ritorno nelle campagne per aiutare a piantare il riso nelle piccole fattorie di famiglia.
17দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি চালু হয়।Ancora oggi è evidente che queste piccole fattorie dominano il paesaggio rurale giapponese.
18সে সময়ে শহরের অধিবাসীদের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক খামারগুলোতে ধান উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য এ ছুটি দেয়া হতো।
19আজকের দিনেও এই ছোট ছোট খামারগুলো জাপানের গ্রামীণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে:
20এবারের গোল্ডেন উইকে ধান বুনতে আমি বাড়ি যাবো।Durante questa Settimana d'oro sono tornato a casa a piantare il riso.
21আমার সবকিছু গোছানো শেষ…Sono distrutto.
22যদিও অনেক জাপানিজের কাছে গোল্ডেন উইক হলো কমপক্ষে এক সপ্তাহ কাজে না যাওয়া।Tuttavia, per molti giapponesi, questa festività significa almeno una settimana lontani dal lavoro.
23আবার কারো কারো মতে, লম্বা ছুটি থেকে কাজে ফিরতে জাপানিরা অস্বস্তি বোধ করেন:Come chiunque altro, anche i giapponesi temono il momento del ritorno al lavoro dopo una vacanza così lunga:
24গোল্ডেন উইক শেষ।LA SETTIMANA D'ORO E' FINITA
25খুব স্বাভাবিকভাবেই গোল্ডেন উইকের ছুটিতে ইনবক্স হাজারো মেইলে ভরে যায়:Ovviamente, c'è anche il tipico problema della casella di posta piena zeppa di e-mail:
26বাস্তবতা হলো গোল্ডেন উইক শেষে আমি যখন কাজে ফিরলাম, তখন দেখলাম আমার ইনবক্সে ১,১৫৮টি না-পড়া মেইল পড়ে আছে।Mi rendo conto che la Settimana d'oro è terminata quando vedo 1,158 email non lette nella mia casella di posta
27অনেকে অবশ্য রুটিন জীবনে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন:D'altra parte, alcuni sono sollevati all'idea di tornare ai comfort della loro routine quotidiana:
28অবশেষে গোল্ডেন উইকের ছুটি শেষ হয়েছে।La settimana d'oro è finalmente finita.
29আমার স্বামী অফিসে ফিরে গেছে। আর বাচ্চারা স্কুলে গেছে।Mio marito torna a lavorare e il bambino fa ritorno all'asilo.
30এবার আমি শান্তিমতো বাথরুমে যেতে পারবো।Finalmente posso andare in bagno in pace.
31কাজ থেকে লম্বা সময় দূরে থাকার কারণে কারো কারো মধ্যে উদ্বিগ্নতাও তৈরি হতে পারে:L'opportunità di godersi così tanto tempo lontani dal lavoro può essere per alcuni una fonte di stress:
32অবশেষে গোল্ডেন উইক বিদায় নিয়েছে।La Settimana d'oro è finalmente finita.
33আমার স্বামী ৯ দিনের ছুটির কিছু সময় কাজে লাগাতে পেরেছিল। এর বাইরে ছুটির পুরোটা সময় সে এক আকস্মিক বিহ্বলতার মধ্যে ছিল।Mio marito ha usato alcuni dei suoi giorni di ferie per avere un totale di 9 giorni di vacanze, ed è stato con la testa tra le nuvole per tutto il tempo.
34কী ধরনের আচরণ? ছুটির শুরুর দিকে সে বলতে লাগলো, “কী মজা, ৯ দিন অফিসে যেতে হবে না!”All'inizio non faceva che dire “Ho 9 giorni di ferie continui!!”, ma dopo averne passato la metà è cominciato il deprimente conto alla rovescia: “Solo 3 giorni ancora… solo 2.. ”.
35কিন্তু যখনি ছুটির অর্ধেক সময় পেরিয়ে গেল, তার উদ্বিগ্নতা বেড়ে গেল: আর মাত্র ৩ দিন আছে… ছুটি শেষ হতে আর মাত্র ২ দিন বাকি…।“
36যাই হোক, আমি আমার পার্ট-টাইম চাকরির জন্য তৈরি হচ্ছি।Ad ogni modo, devo prepararmi per il mio lavoro part-time.
37আমরা সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি।Per noialtri la vita torna alla normalità.
38তবে বাড়ির গৃহিনীদের কাছে গোল্ডেন উইক মানেই হলো আরো বেশি কাজ:Per le casalinghe, la Settimana d'oro può significare un maggior carico di lavoro:
39গোল্ডেন উইকের ছুটি শেষ হয়ে গেছে।La Settimana d'oro è finalmente finita.
40ছুটির শুরুতেই আমার স্বামী জ্বর বাঁধিয়ে বসলো। এবং ছুটির অর্ধেকটা তার বিছানাতেই কাটলো।Appena cominciata, mio marito si è preso 38 di febbre e ha passato la seconda metà della vacanza a letto.
41তাকে সেবা-যত্ন করতে আমার পুরোটা সময় গেল।Sono stata tutto il tempo a curarlo e a occuparmi di nostra figlia.
42স্বামীর পাশাপাশি মেয়েকেও দেখেশুনে রাখতে হয়েছে।Sono molto più stanca di quanto sarei in una giornata normale.
43অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এই ছুটির সময়েও আমি অনেক বেশি ক্লান্ত।
44ইশ্! আমারও যদি জ্বর হতো, তাহলে ৪ দিন ঘুমিয়ে কাটাতে পারতাম।Vorrei aver avuto la febbre alta, così avrei potuto dormire per 4 giorni, ma questo sarebbe impensabile.
45কিন্তু এটা সিলেবাসের বাইরে।Ma non tutti sono contenti della fine della Settimana d'oro.
46গোল্ডেন উইক শেষ হওয়ায় সবাই যে খুশি তা কিন্তু নয়।Oggi abbiamo celebrato la fine della Settimana d'oro festeggiando il compleanno di mia moglie.
47আজকে আমরা গোল্ডেন উইকের শেষ দিন পালন করলাম বউয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে।
48তার পছন্দের কোরিয়ান বারবিকিউয়ের রেস্টুরেন্টে গেলাম।Siamo usciti per un Barbeque coreano - per scelta sua, anche se abbiamo mangiato già ieri barbeque coreano a volontà.
49যদিও গতকাল আমরা পেট ভর্তি করে বারবিকিউ খেয়েছিলাম।
50এটা আমার লক্ষ্মী বউয়ের জন্য। ☆Mia moglie è così. ☆
51এরপরের বড় ছুটির জন্য সবার অপেক্ষা শুরু হয়েছে। তেমন একটা বড় ছুটি আছে সেপ্টেম্বরে- “সিলভার উইকে”।Altri invece sono già in attesa della prossima vacanza lunga, la “Settimana d'argento”, che avrà luogo in settembre.
52গোল্ডেন উইক শেষ হয়েছে তো কী হয়েছে।Anche se la Settimana d'oro è finita, niente paura!!
53চিন্তার কিছু নেই। সামনেই সিলভার উইক আছে!La Settimana d'argento è dietro l'angolo!