# | ben | ita |
---|
1 | মায়ানমার: ভূমিকম্পের ছবি | Myanmar: foto e commenti sul disastro sismico, terza catastrofe in tre anni |
2 | বৃহস্পতিবার ২৪ মার্চ, ২০১১ তারিখ সন্ধ্যাবেলা মায়ানমারে ৬. ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। | Un terremoto di 6.8 gradi della scala Richter [en, come tutti gli altri link] ha colpito il nord-est del Myanmar nella serata di giovedì 24 marzo 2011. |
3 | পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড এবং বেশ খানিকটা দুরের দেশ ভিয়েতনাম এবং চীনেও এই ভূমিকম্পের কম্পন অনুভব করা হয়। | Il sisma, che è stato avvertito anche nella confinante Tailandia, in Vietnam e Cina, ha ucciso almeno 70 persone e distrutto più di 240 edifici nel solo Myanmar. |
4 | এই ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছে এবং প্রায় ২৪০ টির বেশি ভবন এতে ধ্বংস হয়ে গেছে। | Sono state registrate delle forti scosse anche nelle città tailandesi di Chiang Mai e Chiang Rai. |
5 | থাইল্যান্ডের চিয়াং মাই এবং চিয়াং রাই এলাকাতেও প্রবল কম্পন অনুভব করা গেছে। | Il numero dei morti potrebbe essere superiore a questa prima stima. |
6 | আহতের সংখ্যা আরো বাড়তে পারে। সংবাদ অনুসারে শুক্রবার, ২৫ মার্চের সকালে, তাচিলেক এলাকায় ৮০টি কফিন বিক্রি হয়েছে। | Sembra infatti che a Tachilek siano stato vendute più di 80 bare nella sola mattina di venerdì 25 marzo. |
7 | পর্যবেক্ষকরা বলছে যে এই ভূমিকম্প, ২০০৮ সালের সাইক্লোন নার্গিস এবং ২০১০ সালের সাইক্লোন গিরির পর, বার্মায় আঘাত হানা তৃতীয় বৃহৎ প্রাকৃতিক বিপর্যয়। | Le fonti locali hanno descritto il terremoto come il terzo più grande disastro naturale mai registrato in Myanmar dopo il ciclone Nargis del 2008 e il ciclone Giri del 2010. |
8 | স্বাধীন সংবাদপত্র ইরাওয়াদ্দি থাইল্যান্ডের মায়ে সাই এলাকার এক বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। | Il giornale indipendente The Irrawaddy ha intervistato gli abitanti di Mae Sai in Tailandia. |
9 | সানা হেরাল্ডে প্রকাশিত এক চিঠিতে জাই নোই এই ভূমিকম্প সেখানকার বাসিন্দাদের উপর কেমন প্রভাব ফেলেছে তার বর্ণনা প্রদান করছে। | In una lettera pubblicata dal Shan Herald, Jai Noi ha descritto l'impatto del terremoto sui residenti: |
10 | সেখানকার প্রিয় সকলে | Miei cari, |
11 | সারা রাত আমরা সতর্ক ছিলাম, সতর্ক থাকার প্রচেষ্টায় মাঝে মাঝে হালকা ঘুমে ঢুলে পড়ছিলাম। | Siamo stati vigili tutta la notte, dormendo a intervalli mentre cercavamo di stare in allerta. |
12 | মোবাইল এবং ঘরের ফোন, কোনটাই ঠিকমত কাজ করছিল না। | La linea telefonica non funziona bene, né quella mobile né quella fissa. |
13 | যতদুর জানা গেছে ঘরগুলোর কোন ক্ষতি হয়নি। | Per ora non vi sono danni alla casa. |
14 | সারা রাত আমরা ঘরের ভেতরে এবং বাইরে যাওয়া আসা করেছি। | Per tutta la notte siamo dovuti entrare e uscire di casa. |
15 | আমি মনে করি এই চিঠি জায়গা মত পৌঁছাতে সক্ষম হবে। | Spero che questa email vi arrivi. |
16 | তালের নামক এলাকায় বেশ বড় অংশ ক্ষতি হয়েছে, এটি ৪০ কিলোমিটার উত্তরে এবং সেখানকার সেতুটি ধ্বংস হয়ে গিয়েছিল। | Taler, 40 km a nord, ha subito gravi danni e un ponte è crollato. |
17 | শুনেছি শহরের বেশির ভাগ এলাকা তছনছ হয়ে গেছে এবং সেখানে একজন মাত্র ডাক্তার ছিল। সেখানে অন্তত ৮০ জন ব্যক্তি নিহত হয়েছে। | Ho sentito che la maggior parte della città è stata rasa al suolo e siccome c'è un solo medico lì, i feriti sono stati mandati a Tachilek, ma in numero superiore a quelli che può accogliere. |
18 | এখনো বিস্তারিত সংবাদ জানা যায়নি। | Almeno 80 i morti. |
19 | সেখানকার যে বেশ ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করে বলা যায়। | Ancora nessun dettaglio. Vi sono sicuramente molti feriti. |
20 | এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মারং লাইন নামক এলাকা, এটি মেসাই থেকে প্রায় ৫৯ কিলোমিটার দুরে অবস্থিত, সংবাদ যেমনটা বলছে। | L'epicentro era intorno a Merng Lain, 59 km a nord di Maesai, secondo quanto riportato dalle notizie. |
21 | ভূমিকম্পের পরবর্তী পর্যায়ে যে কম্পন তৈরি হয়, তা এখনো অনুভূত হচ্ছে। | Si sentono ancora scosse di assestamento. |
22 | ব্লগ আকম-কুণ্ঠা কিছু ছবি উঠিয়ে দিয়েছে যা দেখাচ্ছে তারলে নামক শহরের রাস্তার যে সব ক্ষতি হয়েছে সে সব দৃশ্য তুলে ধরছে, এই শহরটি তারচিলেইক নামক এলাকা থেকে ২০ মাইল দুরে অবস্থিত। | Il blog akm-kuntha ha pubblicato delle foto che testimoniano i danni subiti dalle strade di Tarle, una città che dista 20 miglia da Tarchileik. |
23 | ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা নামক সাইটিও ভূমিকম্পে বিপর্যয়ের ছবি উঠিয়ে দিয়েছে। | Anche Democratic Voice of Burma ha pubblicato delle immagini del terremoto. |
24 | টুইটারে ইয়াঙ্গুন শহর থেকে আসা কিছু প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল। | Di seguito alcune reazioni su twitter da Yangon: |
25 | @এজসিএমএমআর: : প্রিয় ভক্তরা: আমরা আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনারা ভূমিকম্পে নিরাপদ রয়েছেন , যদি আপনারা ২৫ মার্চ, ২০১১-এর রাত ৮. | @ascmmr: Cari fan, spero non vi sia successo nulla, se avete sentito il terremoto del 24 marzo 2011 8:25 pm |
26 | ২৫ মিনিটের ভূমিকম্প অনুভব করে থাকেন। @মিনইয়োনথিত: উত্তর শান-এর তাচিলেইক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। | @minnyoonthit: terremoto provoca gravi danni nello Shan settentrionale, area di Tachileik (oltre 100 morti, molti i feriti. |
27 | (সেখানে প্রায় ১০০ জনের মত ব্যক্তি মারা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে।) | |
28 | @ব্লাকসুমো:: জঘন্য, সত্যি সত্যি ভূমিকম্পের ঘটনা ঘটেছে? | @blacksumo: Cavoli, c'è stato davvero il terremoto?? |
29 | আমি মনে করেছিলাম আমার খালা বোধ হয় তা কল্পনা করেছিল…. | Pensavo che mia zia se lo fosse immaginato… |