Sentence alignment for gv-ben-20130521-36535.xml (html) - gv-ita-20130519-79423.xml (html)

#benita
1ইয়েমেন; শিক্ষার প্রতি মনোযোগYemen: migliorare l'istruzione è un imperativo!
2ইয়েমেন হছে এমন এক দেশ যেখানে পুরুষ ও নারী [১৫ বছরের উর্ধ্বে] উভয়ের শিক্ষার হার প্রায় ৪০ শতাংশ, সেখানে দেশটির সুদৃঢ় উন্নয়নের জন্য নারী ও যুবাদের শিক্ষা প্রদান এবং তাদের ক্ষমতায়ন অতীব জরুরী।In un paese dove il tasso di analfabetismo di entrambi i sessi (dai 15 anni in su) è quasi il 40 per cento [en], l'educazione e l'amancipazione delle donne e dei giovani è una necessità fondamentale per qualsiasi sviluppo concreto in Yemen.
3“ শিক্ষা হতে হবে অধিকার, কোন সুযোগ নয় ” একটিভিস্ট এবং গবেষক আতায়াফ আলওয়াজির এই নামে একটি ব্লগ পোস্ট লিখেছেন। যেখানে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছেন।L' attivista e ricercatore Atiaf Alwazir, ha scritto un post sul blog dal titolo “La lettura deve essere un diritto non un privilegio” [en], sottolineando l'importanza dell'istruzione per le donne.
4ভদ্রমহিলা আহবান জানিয়েছেন:Ha esortato:
5সুদৃঢ় এক উন্নয়নের লক্ষ্যে আসুন আমরা সকলে একসাথে কাজ করি আর সরকারের কাছে স্বাক্ষরতা কর্মসূচি পুনরায় চালু করার দাবী করি, যা কিনা অতীতে চালু ছিল।Cerchiamo di lavorare tutti insieme per pretendere cambiamenti concreti, e chiedere al governo di riportare il programma di alfabetizzazione che è già stato adottato in passato.
6জাতীয় আলোচনায় (যা কিনা মার্চ ২০১৩ থেকে শুরু হবে এবং যা শেষ হবার নির্ধারিত তারিখ হচ্ছে ২০১৩-এর আগস্টের শেষে) রাজনীতিবিদেরা যেন শিক্ষা ও স্বাস্থ্য অধিকারের প্রতি সবচেয়ে গুরুত্ব প্রদান করে, তা যেন আমরা অবশ্যই নিশ্চিত করি।Dobbiamo anche porre come priorità politica nella conferenza nazionale sul dialogo (che ha avuto inizio nel marzo 2013 e si concluderà alla fine di agosto 2013) i diritti all'istruzione e all'assistenza sanitaria.
7ইয়েমেনের সেই সমস্ত বালক বালিকা, যাদের এখন স্কুলে যাওয়ার বয়স।Ragazzi e ragazze della scuola Yemenita.
8ছবি আরওয়া অথমান।Foto di Arwa Othman
9জাতীয় আলোচনায়, একটিভিস্ট এবং রাইটস এন্ড ফ্রিডম একটিভিস্ট ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন আরওয়া ওথমান শিক্ষার গুরত্বের উপর জোর দেন, কিন্তু তিনি একই সাথে তার ফেসবুক পাতায় [আরবি ভাষায়] লেখা এক পোস্টে যোগ করেছেন:Arwa Othman, attivista e presidente dei Diritti e delle Libertà Gruppo nel dialogo nazionale di lavoro, ha sottolineato l'importanza della formazione, ma anche aggiunto in un post sulla sua pagina Facebook [ar]:
10মানবাধিকার সম্মেলনে-এ যেমনটা বিবৃতি প্রদান করা হয়েছে যে শিক্ষা শুধুমাত্র অধিকার নয়, আমরা ইয়েমেনের [ নতুন এই ইয়েমেনের] এই সনদে স্কুলের পাঠ্যসূচি অর্ন্তভুক্ত করব … আর সেগুলোকে মানবাধিকার সংস্কৃতি, সহনশীলতা, সহ অবস্থান, শান্তি, স্বাধীনতা, নাগরিকত্ব, সমানাধিকার, বৈষম্যহীনতা ,ভিন্নমতের স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি তুলে ধরার জন্য মৌলিক এক বিষয় হিসেবে অবশ্যই পাঠ করা হবে; যেমন- বর্ণ, লিঙ্গ, ধর্ম, ভাষা, রাজনৈতিক মতামত এবং নীতির উর্ধ্বে মানবকে শ্রদ্ধা করা। আমরা আশা করি এই জাতীয় সম্মেলনে আমরা এমন এক সংবিধান পাব যেখানে ভবিষ্যত প্রজন্মের অধিকারকে শ্রদ্ধা করা হবে।Non parliamo solo del diritto all'istruzione, fissato da convenzioni sui diritti umani, ma dobbiamo anche includere nel curriculum scolastico nella Repubblica dello Yemen (Il Nuovo Yemen) queste carte .. e devono essere insegnate come materia di base per promuovere una cultura dei diritti umani, la tolleranza, la convivenza, la pace, la libertà, la cittadinanza, l'uguaglianza, la non-discriminazione, la libertà di differenza, la libertà di religione, ecc …), ossia il rispetto per l'essere umano a prescindere dal colore, il sesso, la religione ,la lingua, le opinioni e i principi .. ecc Speriamo di uscire da questa Conferenza Nazionale del Dialogo con un testo costituzionale che rispetti il ​​diritto delle generazioni future.