# | ben | ita |
---|
1 | মেক্সিকো: প্রায় ২০ লাখ শহরবাসী পানির অভাবে ভুগছেন | Messico: scarsità d'acqua colpisce quasi 2 milioni di abitanti |
2 | মেক্সিকো ভ্যালিতে পানির সরবরাহের অভাবের কারনে প্রায় ২০ লাখ লোক ভুগছেন। | Quasi due milioni di abitanti sono stati colpiti dalla recente riduzione di servizi d'acqua nella Valle del Messico. |
3 | মেক্সিকোর সংবাদপত্র এল ইউনিভার্সাল অনুসারে কুটজামালা সিস্টেম, যা ভ্যালির ২০% খাওয়ার পানি নিয়ন্ত্রণ করে, পুরো ক্ষমতায় কাজ করছে না আর নিজের এলাকাতে সরবরাহ দিতে পারছে না। | Secondo il quotidiano messicano El Universal [sp], il sistema Cutzamala, che gestisce il 20% dell'acqua potabile per la valle, non sta funzionando al massimo della sua capacità e non può fornire la regione che comprende 10 distretti del Distretto Federale e 13 comuni dello Stato del Messico. |
4 | মেক্সিকো রাষ্ট্রের ফেডারেল অঞ্চলের ১০টা জেলা আর মেক্সিকো স্টেটের ১৩টা মিউনিসিপালিটি তাই পানির অভাবে ভুগছে। | Per impedire la siccità e altri gravi problemi, la prima azione di riduzione è stata presa durante la Settimana Santa e ha interessato oltre 700mila persone. |
5 | খরা এবং আরো গুরুতর সমস্যা রোধ করতে, পবিত্র সপ্তাহে প্রথমবারের মতো পানির প্রবাহ কমানোর সিদ্ধান্ত নেয়া হয় আর এর ফলে ক্ষতি হয় ৭ লাখেরও বেশী মানুষ। | Coloro che sono stati colpiti dalle carenze hanno preso l'acqua per uso domestico da camion autocisterna che visitano regolarmente i quartieri, si legge sul blog Vivir México [sp]. |
6 | ভিভির মেক্সিকো ব্লগ জানিয়েছে যারা ঘাটতির ফলে ভুগছেন তারা ভ্রাম্যমান পানির ট্যাঙ্কার ট্রাক থেকে গৃহস্থালী কাজের জন্যে পানি ব্যবহার করেছেন যা প্রতি এলাকায় নিয়মিত আসে। | |
7 | মে মাসে এই ঘাটতি বাড়ানো হয় পুরো সপ্তাহান্ত ধরে পানির মাত্র ২৫% সরবরাহে, আর পুনরায় নোটিশ না দেয়া পর্যন্ত এটা চলতে থাকবে। | A maggio la riduzione si è estesa al 25% della fornitura d'acqua dei fine settimana [sp], e continuerà così fino a ulteriori avvisi. |
8 | তবে মেক্সিকো রাষ্ট্রীয় পানির পাইপ ভেঙ্গে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং মে মাসের শেষের দিকে বেশ কিছু ব্লকে পানির সরবরাহ ৫০% এর মতো কমে যায় ৪৮ ঘন্টার জন্য। | Tuttavia, con la circostanza aggravante della rottura di un tubo d'acqua nello Stato del Messico [sp] il servizio d'acqua è stato ridotto del 50% in molti isolati per 48 ore negli ultimi giorni di maggio. |
9 | ছবি: ফ্লিকার ব্যবহারকারী ওয়ান্ডারলেইন এর সৌজন্যে। | Foto dell'utente di Flickr, Wonderlane (http://www.flickr.com/photos/wonderlane/3388022312/). |
10 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | Utilizzata sotto licenza Creative Commons. |
11 | ভিভির মেক্সিকো ব্লগের জেসিকা উরিবে পানির সমস্যা নিয়ে সরকারের অনিশ্চয়তার কথা লিখেছেন: | Jessica Uribe, dal blog Vivir México [sp], scrive riguardo l'incertezza degli interventi governativi sul problema dell'acqua: |
12 | সকল প্রভাব সত্ত্বেও আর এটা পরিষ্কার হওয়া সত্ত্বেও যে ফেডারেল সরকার সাড়া দিতে পারেননি রাজধানীর মিউনিসিপাল সরকারের আর্থিক বিনিয়োগের ব্যাপারে যাতে কুটজামালা ব্যবস্থা পুরোপুরি মেরামত করা যায়, আশা করি যাতে তারা মেক্সিকো শহরের সব থেকে গুরুত্বপূর্ন পানি ব্যবস্থার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। | Nonostante tutti i problemi e il fatto ovvio che il governo federale non sia stato in grado di rispondere al governo municipale della capitale riguardo l'investimento economico per riparare completamente il sistema Cutzamala, speriamo che decidano presto il futuro del più importante sistema d'acqua di Città del Messico, perchè ci sono sempre più problemi e ci vuole più tempo per risolverli. |
13 | কারন দিন দিন সমস্যা বাড়ছে আর এগুলোর সমাধান করতে সময় লাগে। | |
14 | দ্যা মিজা ক্রনিকলসের ব্লগার লেসলী তেলেজ এপ্রিলে পানি ছাড়া তার প্রথমদিনের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন: | La blogger Lesley Tellez di The Mija Chronicles ha condiviso l'esperienza [in] del suo primo giorno senza acqua ad aprile: |
15 | তারপরে আজকে আমরা জেগে দেখলাম যে কোন পানি নেই। | Così oggi ci siamo svegliati scoprendo di non avere acqua. |
16 | এটা আমাদের পুরো এলাকার সমস্যা। | È un problema di tutto il quartiere. |
17 | মেক্সিকোর সব থেকে পরিষ্কার রমনী হওয়ার চেষ্টায় না থেমে, আমি মধ্যযুগীয় একটা স্নান করলাম - চুলায় পানি গরম করে সেটা বাথরুমে আমার সব থেকে বড় বাটিতে নিয়ে গিয়ে। | Risoluta nel mio intento di diventare la donna più pulita in Messico, ho finito col fare una doccia in stile medievale, riscaldando l'acqua sulla stufa e poi portandola in doccia con grandi scodelle. |
18 | সত্যি বলতে, এতে খুব ভালো কাজ হয়েছে। | In effetti ha funzionato abbastanza bene, a essere onesta. |
19 | আমার কেন জানি মনে হচ্ছে কালকে এটা এতো মজার হবে না। | Qualcosa mi dice che domani non sarà così divertente. |
20 | পানির অভাবে এলাকার নাজুক পরিস্থিতি সত্ত্বেও, কিছু নাগরিক প্রশ্ন করেছেন যে সমস্যা সমাধানের এটাই সব থেকে ভালো উপায় কিনা। | Nonostante la situazione delicata dei quartieri con scarsità d'acqua, alcuni cittadini si chiedono se questo sia il modo migliore per risolvere il problema. |
21 | ব্লগার ড্যানিয়েল হের্নান্ডেজ তার ব্লগ ইন্টারসেকশনে পানির ঘাটতির ক্ষেত্রে কিছু অসামঞ্জস্যতা দেখেছেন: | Il blogger Daniel Hernández nel suo blog Intersections [in] riesamina alcune disuguaglianze nella scarsità d'acqua: |
22 | গত ১২ দিন ধরে না জানি কত কোটি মানুষের কলে স্বল্প, নিম্ন চাপের পানি সরবরাহ হচ্ছে। | Sono dodici giorni di acqua sporadica e a bassa pressione nel rubinetto per chissà quanti milioni di persone. |
23 | আর হয়তো আরো কয়েক কোটির জন্য কোন পানি নেই- একেবারেই না। | E niente acqua - niente - forse per ancora più milioni. |
24 | তার মানে মরা টয়লেট, গোসল না, হাফ ওঠা গাছ। | Questo significa gabinetti non funzionanti, niente docce, piante non curate. |
25 | কিছু স্থান আর এলাকা খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়নি (আপনি ভেবে দেখতে পারেন কোনটা), আর অন্যরা প্রচন্ডভাবে (আবার ভাবেন কোনটা)। | Alcuni comuni e quartieri specifici non sono stati molto colpiti (potete indovinare quali), e altri invece lo sono stati gravemente (indovinate ancora quali). |
26 | সময় হয়েছে [প্রাগৈতিহাসিক হিস্প্যানিক দেবতা] টলালোককে কিছু অর্ঘ দান করার? | (…) È ora di fare qualche offerta seria al [dio preispanico] Tlaloc? |
27 | জিসাস সাইরেজ তার ব্যক্তিগত ব্লগে মন্তব্য করেছেন সরকারের থেকে পানির স্বল্পতার বৈষম্য আর শহরের স্যানিটেশন পদ্ধতি নিয়ে: | Jesús Chaírez commenta sul suo blog personale [in] la contraddizione del governo riguardo la scarsità d'acqua e gli impianti igienici urbani: |
28 | তারপরে, প্রতিদিন সকালের মতো, আমি আমার জানালা দিয়ে দেখলাম- এবার বিষ্ময়ে: এসব কথা শুনে যে মেক্সিকো শহরে পানির সংকট চলছে আমি আমার জানালা দিয়ে দেখলাম একজন শহর কর্মী ফুটপাথ পরিষ্কার করছে উল্টো দিকের রাস্তায়। আলামেডা সান্টা মারিয়া লা রিবেরা, ঝাঁটা না পানি দিয়ে! | Allora, come ogni mattina, ho guardato fuori dalla mia finestra - questa volta con stupore: con tutto il parlare della scarsità d'acqua qua a Città del Messico, ho guardato fuori dalla mia finestra e ho visto gli addetti ai servizi cittadini pulire i marciapiedi del parco dall'altra parte della strada, Alameda Santa Maria la Ribera, non con scope ma con ACQUA! |
29 | মেক্সিকো শহরের সরকার যারা কাজ করছেন তারা ফুটপাথ পরিষ্কার করাচ্ছেন পানি দিয়ে। | Il governo di Città del Messico che utilizza acqua preziosa per lavare con la manichetta e pulire i marciapiedi. |
30 | এটা পাগলের কাজ, কিন্তু এটা মেক্সিকো। | È roba da pazzi, ma così va il Messico. |
31 | দ্যা মেক্স ফাইলস ব্লগে লেখকরা জানিয়েছে যে মেক্সিকো শহরে পানির এই যে ভয়ঙ্কর সংকট তা একটা সতর্কবানী হওয়া উচিত সেইসব শহরের জন্য যারা দ্রুত বাড়ছে তাদের প্রাথমিক প্রয়োজনের প্রতি লক্ষ্য না রেখে: | Sul blog The Mex Files gli autori menzionano [in] come l'enorme riduzione di fornitura d'acqua a Città del Messico andava considerata un avvertimento per città che crescono rapidamente senza tener conto dei servizi base più importanti: Ovviamente, “¡Como México no hay dos!” |
32 | অবশ্য, যখন ভৌগোলিক আর ভুতাত্ত্বিক চ্যালেঞ্জের কথা আসে একটা শহরের পানি ব্যবস্থার উপরে চাপের কথা বিবেচনা করা উচিৎ যে শহর বিগত অর্ধ দশকে অতিরিক্ত বেড়ে গেছে। আর তার সাথে যুক্ত হয় যাকে বিবেচনা করা হয়েছিল বিগত ৫০০ বছর ধরে (লেক তেজকোকো ড্রেন করা) ভালো প্রকৌশল ব্যবস্থা। | (Di Messico ce n'è solo uno!) quando si parla di sfide geografiche e geologiche, e la pressione su sistema d'acqua in una città che è cresciuta esponenzialmente nell'ultima metà del secolo, associato a quelle che erano considerate buone pratiche d'ingegneria negli ultimi 500 anni (svuotare il Lago Tezcoco) ha reso il sistema d'acqua di Città del Messico più vulnerabile a gravi problemi rispetto ad altri. (…) |
33 | এ সবই মেক্সিকো শহরে পানির সমস্যাকে আরো ভঙ্গুর করেছে এবং আরও নাটকীয় সমস্যা তৈরি করেছে। | |
34 | এটা বাস্তবতা অনুভবের একটি উপায় হবে যাতে মূল জিনিষের প্রতি দৃষ্টি দেয়া হয়। কিন্তু আমার মনে হয় একদিন আমরা শিকাগো, বা নিউ ইয়র্ক বা লন্ডনে ঘুম থেকে উঠবো বিষ্মিত হয়ে যে আমাদের পানির ব্যবস্থা কাজ করা বন্ধ করেছে আর আমাদের কোন ধারণা থাকবে না যে এমন কেন হলো। | Ciò andrebbe considerato un campanello d'allarme per cominciare a dare attenzione ai servizi fondamentali, ma mi aspetto che un giorno ci sveglieremo a Chicago, o a New York o a Londra scioccati, scioccati che i NOSTRI sistemi hanno smesso di funzionare e non avremo idea di come sia accaduto. |
35 | একই ভাবে এটা হচ্ছে মেক্সিকো সিটিতে। | Lo stesso va accadendo a Città del Messico. |
36 | তারা জীবনের মূল জিনিষ নিয়ে চিন্তা করছে না। | Non si fa attenzione ai servizi basilari della vita. |
37 | কোনাগুয়ার জাতীয় পানি কমিশনের কর্মীরা এল ইউনির্ভারসাল সংবাদপত্রে ঘোষণা দেন যে কুটজামেলা ব্যবস্থার স্থায়িত্ব আংশিক হলেও পূর্নরোদ্ধার করা সম্ভব বেশ কিছু বাঁধের মেরামতের মধ্য দিয়ে যা গত এপ্রিলে শুরু হয়েছে। | Tecnici della Commissione Nazionale dell'Acqua (Conagua, Water National Comission) hanno dichiarato al quotidiano El Universal [sp] che la stabilità del Sistema Cutzamala potrebbe essere parzialmente sistemata con la riparazione di numerose dighe iniziata ad aprile. |