# | ben | ita |
---|
1 | গ্লোবাল ভয়েসেস নির্বাচিত লেখক: হিশাম | Riflettori sugli autori di Global Voices: Hisham Khribchi, tra Francia e Marocco |
2 | ফ্রান্সে একজন চিকিৎসক হিসেবে কর্মরত “হিশাম” (হিশাম খ্রীবচি) ‘টক মরোক্কো' নামের এক সাইটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। | |
3 | এই সাইটের উদ্দেশ্য এক ফোরাম বা সভা তৈরি, যেখানে বুদ্ধিমত্তা, উন্মুক্ত মানসিকতা এবং সৎ বিতর্কের চর্চা করা হয়। | |
4 | বিভিন্ন বিষয়ের উপর এইসব বিতর্ক হয় মরোক্কোর ভেতর এবং এর বাইরে বাস করা ব্যক্তিদের নিয়ে। এর বাইরেও তিনি তার নিজের ব্লগ দি মিরর-এর লেখক। | Medico operante in Francia, “Hisham” (Hisham Khribchi) è uno dei membri fondatori del sito Talk Morocco [in], che mira a “incoraggiare un dibattito intelligente, aperto, e onesto su temi relativi al Marocco e alla diaspora”. |
5 | হিশাম গ্লোবাল ভয়েসেস অনলাইনের কন্ট্রিবিউটর বা প্রদায়ক। সেখানে তিনি ২০০৯ সাল থেকে মরোক্কোর বিভিন্ন বিষয়ের উপর লিখে থাকেন। | Oltre a curare il blog personale The Mirror [in], Hisham collabora con Global Voices Online [in] dove scrive sul Marocco sin dall'aprile 2009 (mentre su Twitter è @Hisham_G [in]). |
6 | এ ছাড়াও তাকে @হিশাম_জি নামক টুইটার ঠিকানায় পাওয়া যাবে। | Qui la video-intervista [in] con Hisham realizzata da Eduardo Avila. |