# | ben | ita |
---|
1 | ইরান: ইউটিউবে দেখানো অপরাধে প্রকাশ্যে ফাঁসি | Iran: borseggio su YouTube, impiccaggione pubblica |
2 | ইসলামী প্রজাতন্ত্রের সংবাদ সংস্থা (ইরনা) অনুসারে ২০শে জানুয়ারী, ২০১৩ তারিখ দিনের শুরুতে জড়ো হওয়া প্রকাশ্য দর্শকদের [সতর্কতা: খোলামেলা ছবি] চোখের সামনে তেহরানে ফাঁসিতে ঝুলিয়ে দু'জন যুবক আলিরেজা মাফিহা এবং আলি সারভারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। | Due giovani, Alireza Mafiha e Mohammad Ali Sarvari, sono stati giustiziati per impiccagione a Teheran, Iran, nelle prime ore del 20 gennaio 2013, davanti agli occhi della popolazione [attenzione: le immagini potrebbero urtare la sensibilità di qualcuno] accorsa per assistere all'evento, come riportato dalla Islamic Republic News Agency (IRNA) [fa, come gli altri link eccetto ove diversamente indicato]. |
3 | অপরাধ এবং ইউটিউব | Crimine e YouTube |
4 | ২০১২ সালের শেষের দিকে চারজন তরুণের একজন পথচারীকে অতর্কিতে আক্রমণ করে ছুরি দেখিয়ে হুমকি দিয়ে তার জিনিসপত্র নিয়ে নেওয়া দেখানো নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ইউটিউবে পোস্ট করার পর অভিযুক্ত ছিনতাইকারীদের অনুসন্ধানে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। | La caccia ai presunti rapinatori è stata considerata una priorità assoluta dopo la pubblicazione, alla fine del 2012, delle riprese di una telecamera di sicurezza su YouTube. La registrazione mostra quattro giovani su due motociclette che attaccano un pedone, minacciandolo con un coltello e derubandolo. |
5 | শীঘ্রই চারজন লোককে গ্রেপ্তার করে বিচার করা হয়। মাফিহা এবং সাভারিকে মৃত্যুদণ্ড এবং অন্য দু'জনকে ১০ বছরের কারাদণ্ড, পাঁচ বছরের নির্বাসন ও ৭৪টি করে বেত্রাঘাত প্রদান করা হয়। | I quattro sono stati subito arrestati e processati: Mafiha e Sarvari sono stati condannati a morte, mentre gli altri due a 10 anni di carcere, cinque di esilio e 74 frustate. |
6 | একমুঠো ডলারের জন্যে | Per un pugno di dollari |
7 | আইএসএনএ থেকে পাওয়া রবিবারের মৃত্যুদণ্ডের অন্যতম একটি শক্তিশালী ছবিতে (উপরে) তার মৃত্যুদণ্ডের আগে একজন যুবককে দৃশ্যতঃ তার জল্লাদের কাঁধে মাথা রেখে বিশ্রাম নিতে এবং সেসময় মুখঢাকা লোকটিকে এক হাত দিয়ে তার কাঁধে হাত দিয়ে সান্তনা দিতে দেখা যাচ্ছে। | Una delle immagini sconcertanti (vedi sopra) dell'esecuzione di domenica proviene dal sito web dell'ISNA e mostra uno dei due giovani uomini che, prima dell'esecuzione, appoggia la testa sulla spalla del boia incappucciato, il quale a sua volta lo consola posandogli una mano sulla spalla. |
8 | এই ছবিটি সম্পর্কে তেহরান থেকে আমিরহাদি তার ব্লগে লিখেছেন [ফার্সী ভাষায়]: | Amirhadi, di Teheran, commenta [en] la foto sul suo blog: |
9 | এই ছবিটির তাকান, মনে হচ্ছে যে অভিযুক্ত তার মাথা সেই শাস্তি [মৃত্যু] কার্যকরকারীর কাঁধে রেখেছে। | Guardate questa foto: il condannato appoggia la testa proprio sulla spalla dell'agente che sarà l'esecutore materiale della sentenza [di morte]. |
10 | আপনি কি তার চোখ ভয় দেখতে পেয়েছেন? | Leggete la paura nei suoi occhi? |
11 | আমার কাছে এই দৃশ্যটি বিরল। | Credo che questa sia un'immagine rara. |
12 | কোন জল্লাদ অভিযুক্তের মাথা তার কাঁধে রাখতে দেওয়ার কারণে। | Per l'agente che permette al condannato di posare la testa sulla sua spalla. |
13 | এই কারণে যে কয়েক মুহুর্তের মধ্যে মৃত্যু বরণ করবে এমন একজন অভিযুক্ত তার জল্লাদের কাঁধ ছাড়া আর কোন আশ্রয় খুঁজে পায়নি তাই। […] | |
14 | এইসব বাচ্চারা, হ্যাঁ “বাচ্চারা” যেহেতু সবচেয়ে বয়স্কের বয়স ২৪, আর কনিষ্ঠতমের মাত্র ২০ বছর। তারা পেশাদার চোর এবং ছিনতাইকারী নয়। | Per il condannato che, in punto di morte, non trova altro conforto che la spalla del suo boia. […] |
15 | তারা হয়তো সামান্য ৭০ বা ৩০ হাজার তোমানের [আনুমানিক ১,৮৭০ এবং ৮০০ বাংলাদেশী টাকা] জন্যে ছিনতাই করেছে। তারা কাজও করতো। | Questi ragazzi, perché di “ragazzi” si tratta, visto che il più grande aveva 24 anni e il più giovane solo 20, non erano ladri o rapinatori professionisti. |
16 | তাদের জীবন বৃত্তান্তে দেখা যায় যে তারা কুরিয়ারের কাজ করতো এবং…. কিন্তু যখন জাতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটতে শুরু করলো। | Se lo fossero stati, non avrebbero rubato somme di poco conto come 70 o 30 mila Toman [l'equivalente di circa 20 e 10 dollari]. |
17 | তো দৈনিক ভিত্তিতে। | Oltretutto, avevano un lavoro. |
18 | যখন একজন কেরানির বেতন শুধু দই আর এবং রুটি দিয়ে তিন জনের খাওয়া-পরার জন্যে যথেষ্ট নয়। | |
19 | যে সমাজে আগামীকালের কোনও ভরসা নেই। | |
20 | (তখন) তাদের কী করা উচিৎ? কোলাজটি রবিবারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অভিযুক্ত দু'জন ছিনতাইকারীকে পলাতক ইরানী জাতীয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তুলনা করা হয়েছে: “একজন তার ২০ বয়সের শুরুতে ২০ ডলার চুরি করে ফাঁসি কাষ্ঠে জীবন দিয়েছে। | Dalle loro biografie si legge che erano fattorini…ma quando la moneta nazionale si svaluta ogni giorno di più, quando lo stipendio di un impiegato non basta per sfamare tre bocche con solo yogurt e pane, in una società dove non c'è speranza per il futuro, cosa dovrebbero fare [questi giovani]? |
21 | অন্যজন ২৬০ কোটি ডলার চুরি করে ক্যারিবীয় অঞ্চল এবং কানাডায় তার সময় উপভোগ করছে।” | Il collage confronta i due presunti rapinatori giustiziati domenica con il latitante, ex dirigente della Banca Nazionale Iraniana: “Uno ha rubato 20 dollari e finisce sul patibolo poco più che ventenne. |
22 | অর্থ তসরুপের সন্দেহভাজন এবং পলাতক ইসলামী প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ রেজা খাভারির একটি প্রতিকৃতির পাশে একই ছবি পুনরায় পোস্ট করে “১৯৭৯ সালের বিপ্লব সংঘটনকারীদের কাছে ক্ষতিপূরণ চাই” শীর্ষক একটি ইরানী ভিন্নমতাবলম্বী পৃষ্ঠা লিখেছে [ফার্সী ভাষায়]: | L'altro ha rubato 2,6 MILIARDI di dollari e se la spassa ai Caraibi e in Canada.” Pubblicando la fotografia accanto al ritratto del latitante Mahmoud Reza Khavari [en], ex dirigente della Banca Centrale della Repubblica Islamica sospettato di appropriazione indebita, un dissidente iraniano scrive sulla propria pagina “Per un risarcimento dagli organizzatori della rivoluzione del 1979″: |
23 | আমাদের হত্যা করুন। | Uccideteci. |
24 | যে যুবকের প্রতিদিনের রুটি কেনার টাকা নেই তাকে হত্যা করুন। | Uccidete la gioventù che non ha soldi per comprare il pane ogni giorno. |
25 | এটা আমাকে লা মিজারেবল উপন্যাসের কথা মনে করিয়ে দেয় যেখানে একটি রুটির টুকরা চুরি করার জন্যে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর যারা আমাদের শত কোটি ডলার লুণ্ঠন করে নেয় তারা আমাদের মুখের উপর হাসে। | Mi viene in mente il romanzo I Miserabili, dove uno dei personaggi viene giustiziato per aver rubato una pagnotta. Invece a noi hanno rubato miliardi di dollari, ridendoci in faccia. |
26 | নিশ্চিত থাকুন এটা ছাই চাপা আগুন এবং সারাজীবন নির্যাতিত এবং বৈষম্যের শিকার এইসব দরিদ্র এবং বেকার তরুণরা আপনার পতন ঘটাবে। | Vedrete, questo è fuoco sotto la cenere: questi giovani poveri e disoccupati, che sono stati perseguitati e discriminati tutta la vita, un giorno vi destituiranno. |
27 | দর্শকের মজা | Spettatori per divertimento |
28 | সংবাদটিতর প্রতিক্রিয়া হিসেবে দারা তার ‘আমার হৃদয়ের গভীরের কথা‘ [ফার্সী ভাষায়] নামের ব্লগে লিখেছেন: | Sul suo blog “Parole dal profondo del cuore” [en], Dara reagisce così: |
29 | আমাদের এই দিনটির কথা ভেবে অবশ্যই আতংকিত হওয়া উচিৎ যখন জনগণ মজার জন্যে সিনেমা, উদ্যান এবং পর্বতে যাওয়ার পরিবর্তে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে যায়… সরকার সবাইকে ভয় দেখানোর জন্যে প্রকাশ্যে জনগণের মৃত্যুদণ্ড দেয়, কিন্তু জনগণের প্রতিক্রিয়াটি গুরুত্বপূর্ণ। তারা এরকম একটি মৃত্যুদণ্ডকে স্বাগত জানায়। | Dobbiamo avere orrore di un giorno come questo, in cui la gente assiste a un'esecuzione per divertimento invece di andare al cinema, al parco o in montagna…il governo giustizia i condannati pubblicamente per mettere paura alla popolazione, ma ciò che conta è la reazione della gente: le esecuzioni vengono accolte con piacere e una persona sul patibolo diventa intrattenimento. |
30 | একজন মৃত্যুপথযাত্রী বিনোদনের একটি বিষয়। | |