Sentence alignment for gv-ben-20081015-1301.xml (html) - gv-ita-20081016-387.xml (html)

#benita
1কারিবীয়াঃ এল্টন ইলিসকে স্মরণCaraibi: ricordo di Alton Ellis, il “Padrino del Rocksteady”
2“এল্টন ইলিস”, আলোকচিত্র তুলেছেন এরিক ওলিভিয়েরা, অনুমতি নিয়ে ব্যবহৃত।“Alton Ellis”, foto di Eric Oliviera su Flickr, usata per gentile concessione dell'autore
3এরিকের ফ্লিকর ফটোস্ট্রিম দেখতে পারেন।
4ষাটের দশকের রকস্টেডি সংগীতের অন্যতম প্রবর্তক জামাইকার সংগীত শিল্পী এল্টন ইলিস প্রায় বর্ষ ধরে ক্যানসারের সাথে লড়াই করে অবশেষে গত শুক্রবার ১০ই অক্টোবর ইহলোক ত্যাগ করেছেন।Alton Ellis [in], il musicista giamaicano già pioniere della musica rocksteady [it] negli anni '60, è scomparso [in] lo scorso venerdì 10 ottobre, dopo aver lottato per un anno contro il cancro.
5জামাইকান গ্লিনার বলেছেন, যদিও সমসাময়িক বব মার্লে এবং জিম্মি ক্লিফের মত ইলিসের তেমন বড় কোন আন্তর্জাতিক হিট ছিল না তারপরেও “গডফাদার অব রকস্টেডি” পরবর্তী প্রজন্মের জামাইকার সংগীত শিল্পীদের উপরে প্রচ্ছন্ন একটা প্রভাব রেখেছেন।Come riportato dal il blog Jamaica Gleaner, anche se Ellis non aveva mai avuto un successo internazionale - a differenza dei suoi quasi contemporanei Bob Marley e Jimmy Cliff - il “padrino del rocksteady” ha influenzato parecchia la successiva generazione di musicisti giamaicani, ed è da tempo considerato una leggenda della musica giamaicana.
6দীর্ঘকাল যাবত তিনি জামাইকার সংগীতের কিংবদন্তী হিসাবে পরিগণিত হতেন।
7গত সপ্তাহান্তে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জামাইকার সংগীত শিল্পীরা তার প্রতিভা, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করতে থাকে।Col diffondersi della notizia della sua morte durante il fine settimana, molti esponenti della scena musicale giamaicana hanno reso omaggio [in] al suo talento, alla sua voce e personalità.
8ক্যারাবীয় ব্লগস্ফিয়ারেও চলে শ্রদ্ধা প্রদর্শন।Anche la blogosfera caraibica ha partecipato alla commemorazione.
9জিওফ্রে ফিলিপ লিখেছেন, “আমরা একজন মহান প্রবর্তককে হারিয়েছি”।Geoffrey Philp, nel suo blog dedicato alla letteratura, scrive: “Abbiamo perso un grande pioniere” [in].
10ইলিস এর সংগীতের পরিপূর্ণ বিশুদ্ধতা এবং আশাবাদ আমাকে এমন একটা সময়ে টেনে নিয়ে যায় যখন বন্দুকধারীর ভয়ে এই দ্বীপ শাসিত হতো না। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে গাইতে পারতেন “আই য়্যাম জাস্ট আ গাই” অথবা দাওতা তে গাওয়ার জন্যও চেষ্টা করতে পারতেন।… l'assoluta innocenza e l'ottimismo della musica di Ellis mi ricorda un'epoca in cui l'isola non era governata dalla paura di qualche sparatoria, e si poteva camminare per strada canticchiando “I'm Just a Guy”, o perfino dedicarla a una dawta [figlia, ragazza, in inglese giamaicano].
11আত্মপক্ষ সমর্থন ছাড়া কেবল মনোভাব বা প্রকাশের জন্য এইখানের গান ছিল একদম নিজস্ব বাগ্‌ধারায় লিখিত।Era una canzone scritta nella nostra lingua, che non si vergognava di suscitare o esprimere certe emozioni.
12ইউটিউবের একটা ক্লিপের লিংক দিয়েছেন ফিলিপ যেখানে ইলিসের একটা সর্বাধিক পরিচিত গান “আই য়্যাম স্টিল ইন লাভ” এর পরিবেশনা রয়েছে।Philp pubblica il link a un video su YouTube dove Ellis esegue uno dei suoi brani più famosi: “I'm Still in Love”.
13এফ্রোবেলাও ইলিসের পরিবেশনকৃত “আই য়্যাম জাস্ট আ গাই” এবং “গার্ল আই হ্যাভ গট আ ডেট” গান দুটির ফুটেজের জন্যইউটিউবের সংগ্রহশালা অনুসন্ধান করেছেন।Anche Afrobella ha esplorato gli archivi di YouTube [in] trovando l'esecuzione dal vivo di “I'm Just a Guy” e “Girl I've Got a Date”.
14তিনি মন্তব্য করেছেন:La blogger ha poi commentato:
15তার হিট গান “আই য়্যাম জাস্ট এ গাই” আমার পছন্দের।Il mio brano preferito è “I'm just a Guy”.
16বর্তমানকালের গানের মধ্যে আপনি এই ভাবানুভূতি শুনবেন না। প্রেমের জন্য বিনম্রতা, রোমাঞ্চ, ঐকান্তিক আকাঙ্খা।Vi si trovano sentimenti che, nella maggior parte dei casi, sono scomparsi dalla musica contemporanea: umiltà, romanticismo, sincero bisogno d'amore… Spero anche voi possiate provare la freschezza di questa canzone.
17আশা করি এই গান আমার মত আপনাদেরও সজীব করে দেবে।
18এবং আফ্রোবেলা টুইটারে আজকের জামাইকার সংগীত ভক্তদের নিকট একটা মেসেজও পাঠিয়েছেন:Afrobella ha anche inviato un messaggio [in] su Twitter rivolto ai fan della musica giamaicana contemporanea:
19যারা জানেন না তাদের জন্য খবর হলো এল্টন ইলিস “আই য়্যাম স্টিল ইন লাভ উইথ ইউ” এর আদি গানটা গেয়েছিলেন যা এখন সিন-দ্যা-পল আড়াল করে ফেলেছে।Per chi non lo sapesse, era Anton Ellis che cantava la versione originale di “I'm Still in Love W U”, poi rifatta da Sean Paul.
20লোরি-চিন পোস্ট উল্লেখ করেছে “এল্টন ইলিস গানের সমৃদ্ধ কথা ও স্বর দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দিয়েছেন”।Il blog Lowrie-Chin Post aggiunge [in]: “Con i quei testi e quella voce così espressivi Alton Ellis dava sapore alle nostre vite”.
21ক্যারিবিয়ন রিভিউ অব বুকসের ব্লগের এনটিলীস তুলে ধরেছেন ইলিস এর আসল জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং ট্রোজান রেকর্ডস ওয়েবসাইটের একটা শোকসংবাদের লিংক প্রদান করেছেন।E Antilles, il blog della Caribbean Review of Books, fa notare [in] una certa confusione sull'effettiva data di nascita di Ellis, e rimanda all'annuncio pubblicato sul sito della Trojan Records.
22অন্যদিকে ইয়ার্ডফ্লেক্স একটা গুজবের কথা বলেছেন ইলিসকে নাকি জামাইকায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।Intanto YardFlex riferisce [in] una voce di corridoio per cui a Ellis verrano riservati i funerali di Stato in Giamaica.
23স্টানারস এফ্লিকশনস একটা অকপট শ্রদ্ধাঞ্জলী পোস্ট করেছে।Stunner's Afflictions pubblica un semplice messaggio di tributo [in].
24“তরুন ও বৃদ্ধ সব ধরণের শ্রোতাদের মোহনীয় সংগীত দিয়ে আন্দোলিত করার ক্ষমতা ছিল এল্টন ইলিসের”।“Con la sua musica delicata, Alton Ellis riusciva a far ballare tanto i giovani quanto gli anziani”, scrive il blogger.
25তিনি আরো লিখেছেন, “তিনি ছিলেন সাধারণের প্রিয়….
26জামাইকার এই মহান সংগীত শিল্পী তীব্রভাবে অনুভূত হবেন”“Era uno dei preferiti del pubblico… questa grande icona della musica giamaicana ci mancherà parecchio”.