Sentence alignment for gv-ben-20100630-11495.xml (html) - gv-ita-20100618-20887.xml (html)

#benita
1দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলা নিয়ে বিশ্বকাপ বিতর্কSudafrica 2010: come la mettiamo con le “vuvuzela”?
2সম্ভবত ২০১০ সালের বিশ্ব কাপের এই পর্যন্ত সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে স্টেডিয়ামে ৩২টি প্রতিযোগী দেশের ভক্তদের পড়া রঙ্গীন পোশাক।Tra le immagini che vanno caratterizzando i Campionati mondiali di calcio 2010 ci sono gli stadi nuovi di zecca oppure i costumi colorati indossati dai tifosi di ognuna delle 32 nazioni in ballo.
3কোন সন্দেহ ছাড়া, খেলার মূল উল্লেখযোগ্য শব্দ হচ্ছে ভুভুজেলার লাগাতার আওয়াজ, যা খেলা দেখতে আসা দর্শক বা যারা টেলিভিশন দেখছেন তারা ক্রমাগত শুনতে পাচ্ছেন।Senza ombra di dubbio però, il suono caratteristico di questo torneo è il forte ronzio delle vuvuzela [it], che non risparmia quanti seguono le partite dal vivo e anche in televisione.
4এই বিশেষ শব্দ বিতর্কের সৃষ্টি করেছে যে ভুভুজেলা বিশ্বকাপের অভিজ্ঞতাতে কিছু যোগ করছে নাকি কেড়ে নিচ্ছে।La presenza di questo suono continuo e ingombrante ha aperto il dibattito per capire se le vuvuzela aggiungono o tolgono qualcosa all'esperienza dei mondiali.
5স্থানীয় দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রেমিকদের জন্য খেলা দেখার সময় স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ভুভুজেলা বাজানো, আর তারা ভাবেন যে এত চিন্তার কি আছে।Per i tifosi sudafricani, le vuvuzela fanno parte integrante dell'assistere alle partite, e si domandano il perchè di tanto trambusto.
6তবে, আন্তর্জাতিক দর্শকদের জন্য এই প্লাস্টিকের বাদ্যযন্ত্রের শব্দ বিশেষ একটি কিছু।Tuttavia, per gli ospiti internazionali e i telespettatori il suono di questo strumento di plastica rappresenta una novità.
7ফুটবলের শহরে ভুভুজেলার ছবি। তুলেছেন আলভেজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিতUna Vuvuzela a Soccer City; foto di alvez da Flickr, utilizzata con licenza Creative Commons.
8এই বিতর্ক ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সময় থেকে শুরু হয়, যেটা বিশ্বের অনেক ফুটবল প্রেমিকের কাছে এই শব্দের সাথে প্রথম পরিচয়।L'inizio di questo dibattito risale [en, come tutti gli altri link eccetto ove diversamente indicato] alla Fifa Confederations Cup del 2009 [it] tenutasi in Sudafrica, che per molti tifosi di calcio nel mondo è stata la prima vera esposizione all'incessante ronzio.
9কেউ কেউ স্টেডিয়াম থেকে ভুভুজেলাকে নিষিদ্ধ করার আহ্বান জানান যাদের মতে এর ফলে খেলার মজা নষ্ট হয়।Qualcuno ne ha perfino chiesto il divieto di portarle negli stadi, perchè rovinavano il piacere della partita.
10ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, অবশ্য ২০১০ সালের বিশ্ব কাপে ভুভুজেলার পূর্ণ ব্যবহারের সমর্থন দেন।Il presidente della FIFA Sepp Blatter ha tuttavia dato il pieno appoggio nel permettere l'utilizzo delle vuvuzela ai Campionati del Mondo 2010, dichiarando: “non dobbiamo cercare di europeizzare i mondiali africani“.
11তিনি বলেছেন, ”আফ্রিকার বিশ্ব কাপকে আমাদের ইউরোপের মতো করা উচিত না।“ এখন খেলা শুরু হবার মাত্র কয়েক দিনের মধ্যেই, যারা এই ব্যাপারে অভিযোগ করেন তারা ইন্টারনেটে এ নিয়ে ব্যপক আলোচনা করছেন।Già pochi giorni dopo l'inizio del torneo, le vuvuzela sono diventate tema di accese discussioni su internet, tra quanti se ne lamentano, quanti le difendono, e finanche coloro che criticano tutto questo chiacchiericcio.
12এমন কি যারা এটি সমর্থন করেন তারাও যোগ দিয়েছেন আলোচনায় আর ভুভুজেলার বিপক্ষের লোকদেরকে যারা সমালোচনা করছেন তারাও বসে থাকেন নি।E pur se qualcuno segnala che la FIFA potrebbe limitare l'uso delle vuvuzela per le proteste dei canali TV, sembra che tutto continuerà così.
13যদিও এমন শোনা যাচ্ছে যে যারা টেলিভিশন দেখছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করতে পারে, অনেকে মনে করছেন এটা চলতেই থাকবে।Su Twitter, Anas Qtiesh paragona il suono dello strumento a quello di uno sciame di insetti e scrive, “dobbiamo fumigare lo stadio, la situazione di tutte quelle api è ormai fuori controllo.”
14সিরিয়ার টুইটার ব্যবহারকারী আনাস কিতিয়েশ একঝাঁক পোকার সাথে এই শব্দের তুলনা করেছেন আর লিখেছেন, ”আমাদের দরকার স্টেডিয়ামে কীটনাশক দেয়া, মৌমাছির ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।“Sempre su Twitter, sono comparsi vari acconti che rilanciano le lamentele sulle vuvuzela: @stopvuvuzela, @vuvuneela, e @vuvunee. Altri invece sono stati prontia difendere questa tradizione calcistica sudafricana.
15বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট বের হচ্ছে ভুভুজেলা সম্পর্কে আরো বেশি অভিযোগকে স্বাগত জানানোর জন্যে - যেমন @স্টপভুভুজেলা, @ভুভুনিলা আর @ভুভুনি।Michelle Sibanda (@pinkminx36) scrive: La vuvuzela fa parte dell'eredità del nostro paese…quindi NO, non smetteremo di suonarla e voi potete lamentarvi all'infinito!!!”
16অন্যরা দক্ষিণ আফ্রিকার ফুটবলের ঐতিহ্যকে দ্রুত সমর্থন করেছেন।Certe critiche sul ronzio delle vuvuzela si sono fatte decisamente divertenti, nel tentativo di sminuire le lamentele.
17মিশেল সিবান্দা (@পিঙ্কমিঙ্কস৩৬) লিখেছেন:Daniel Reeders (@onekind) rilancia:
18ভুভুজেলা আমাদের দেশের ঐতিহ্যের অংশ…তাই না, আমরা এটা বাজানো বন্ধ করবো না আর গরু বাড়ি না ফেরা (সূর্যাস্ত) পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারেন!!!”Il mondo occidentale ha scoperto l'Africa, ha scoperto che è rumorosa, dissonante e travolgente, e si è ritirato su Twitter a lamentarsi #vuvuzela Infine, Karabo Harry (@kayrabH) mette tutto in prospettiva e offre un suggerimento:
19কারো কারো জন্য ভুভুজেলার গুনগুন আওয়াজ মজার মনে হয়েছে, যারা তাদের অভিযোগকে হালকা ভাবে দিয়েছেন। ড্যানিয়েল রিডার্স (@ওয়ানকাইন্ড) জানিয়েছেন:Se il suono delle #Vuvuzela vi irrita, mettetevi i #Tappi per le orecchie e lamentatevi di cose più importanti come #l'analfabetismo e la #Povertà.
20পশ্চিমা বিশ্ব আফ্রিকাকে আবিষ্কার করেছে, এটাকে জোরালো, নিয়ম ছাড়া আর অতিরঞ্জিত - এই হিসেবে - আর তাই টুইটারের আশ্রয় নিয়েছে অভিযোগ করার জন্য #ভুভুজেলাAggiornamento: è di oggi la notizia secondo cui al Torneo di Tennis di Wimbledon, Londra, in partenza lunedì 21 giugno prossimo, le vuvuzela sono state ufficialmente vietate [it].
21পরিশেষে, কারাবো হ্যারি (@কায়রাবিএইচ) সব আলোচনা বিবেচনা করে একটি পরামর্শ দিয়েছেন:Mentre fonti sanitarie affermano che il loro utilizzo continuato pùo causare problemi all'udito e trasmettere infezioni.
22#ভুভুজেলার শব্দ যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি #কানের প্লাগ ব্যবহার করবেন আর এর থেকেও বড় জিনিষ যেমন #অশিক্ষা আর #দারিদ্রতা নিয়ে অভিযোগ করুন।