# | ben | ita |
---|
1 | জাপান: বৈজ্ঞানিক গবেষণা নাকি বাণিজ্যিক কারণে তিমি শিকার? | |
2 | অনেক দেশে তিমি শিকার এক প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা। | Giappone: caccia alle balene, a scopo scientifico o commerciale? |
3 | এই সমস্ত দেশে সভ্যতার শুরু থেকে মাছ ধরার কার্যক্রম চলে আসছে। হাজার বছর ধরে জাপানে তিমি শিকারের ঘটনা ঘটে আসছে। | La caccia alla balena è una tradizione molto antica in diversi Paesi dove la pesca è un'attività economica primaria, e in Giappone viene praticata da migliaia d'anni. |
4 | ১৯৮০ সালে সমুদ্রের বাসিন্দা এই প্রাণীটির যত্রতত্র হত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এক উদ্যোগ গ্রহণ করে এবং এর জন্য আইন তৈরি করে। | Negli anni '80, tuttavia, la necessità di interrompere l'uccisione indiscriminata di cetacei ha indotto la comunità internazionale a intervenire e a stabilire delle regole per evitare lo sterminio della specie. |
5 | এই আইনের উদ্দেশ্য এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। | Dal 1986, quando è entrata in vigore la moratoria della Commissione internazionale per la caccia alle balene (IWC), la caccia commerciale è proibita anche in Giappone. |
6 | ১৯৮৬ সাল থেকে যখন আন্তর্জাতিক তিমি শিকার কমিটি (আইডাব্লিউসি) তিমি শিকারের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারির পর, জাপানে বাণিজ্যিক ভাবে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। | Viene consentita solo a fini di ricerca scientifica [in]. Ma le organizzazioni ambientaliste e i Paesi opposti a questa pratica denunciano il fatto che spesso si tratta soltanto una copertura per poter continuare l'attività commerciale, come riassume matumo [gia] . |
7 | কেবলমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য জাপানে তিমি শিকারের অনুমতি প্রদান করা হয়। | Il 23 luglio 1982 è stato annunciato il divieto di ogni tipo di caccia commerciale, entrato poi in vigore nel 1986. |
8 | কিন্তু এই বিষয়টিও পরিবেশবাদী সংগঠন ও তিমি শিকার বিরোধী দেশগুলো সুনজরে দেখে না। তারা বলছে বৈজ্ঞানিক গবেষণার আড়ালে বাণিজ্যিক ভাবে তিমি শিকার করা হয়, যেমনটা মাটুমো সারসংক্ষেপে করেছে [জাপানী ভাষায়] | In Giappone la caccia alle balene viene praticata fin dall'era Jōmon, circa 8000 anni fa, e alcuni reperti trovati a Iki, città della prefettura di Nagasaki, hanno permesso di scoprire che quest'attività continuava anche nell'era Yayoi. |
9 | বর্তমানে কেবল গবেষণার জন্য তিমি শিকার করার অনুমতি মেলে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণার নামে প্রচুর তিমি শিকার হয় যেগুলো পরে খাবারে পরিণত হয়। | Attualmente la caccia è permessa solo per finalità scientifiche ma in realtà, sotto la maschera della ricerca “scientifica”, sono molte le balene uccise per cibo . |
10 | তিমির মাংস: ফ্লিকার ইউজার আইডি: গিলগোনগো | Carne di balena. Foto su Flickr di Gilgongo |
11 | গত বছরের জুন মাসে জাপানী গ্রীনপিসের দুই কর্মী গ্রেফতার হয়। | |
12 | তাদের গ্রেফতারের কারণ, তারা এক বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত তিমি শিকারী জাহাজ থেকে তিমির মাংস চুরি করার চেষ্টা করছিল। এই আলামত টোকিওর আদালতে উপস্থাপন করা হয়। | Nel giugno dell'anno scorso, due attivisti di Greenpeace Giappone sono stati arrestati [in] con l'accusa di aver rubato da una baleniera una scatola di carne di balena, poi inoltrata al Pubblico Ministero di Tokyo per denunciare lo scandalo del contrabbando [in]. |
13 | এই ঘটনাটি তিমির মাংস পাচার কেলেঙ্কারির বিষয়টি উন্মোচন করে দেয়। | Un blogger riporta [gia] le parole di uno degli accusati, Junichi Sato. |
14 | একজন ব্লগার এই ঘটনা নিয়ে লিখেছে[জাপানী ভাষায়] এবং তুলে ধরছে অন্যতম অভিযুক্ত জুনিইচি সাতোর কথা: | Dopo la seconda guerra mondiale, il generale MacArthur [it] concesse ai giapponesi il benestare per la caccia alle balene in quanto fonte alimentare. |
15 | ১৯৮০এর দশকে আন্তর্জাতিক ভাবে এই বর্বর হত্যাকাণ্ড এবং তিমির মাংস নিয়ে ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়। | La mia generazione lo sa bene, perché alle scuole elementari veniva data comunemente carne di balena per pranzo. |
16 | সে সময় থেকে উত্তর মেরুকে তিমিদের জন্য এক নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হয় (এই প্রাণীদের নিরাপত্তার জন্য)। তবে জাপান এই ঘোষণা মানতে অস্বীকার করে। | Negli anni '80 la caccia indiscriminata e il commercio della carne sono stati banditi e il Polo Sud è diventata un'area protetta (per la conservazione della specie), ma il Giappone si è opposto alla risoluzione. |
17 | এক সূত্র অনুসারে বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকারের জাহাজে তিমি শিকারের ক্ষেত্রে কোটা রয়েছে, কিন্তু সকল শিকার করা তিমিকে বহন করা যাবে না, কাজেই “তিমি মেরে তাকে আবার সমুদ্রে নিক্ষেপ করা হয়” (এটি শোনার পর আমি বিস্মিত হয়ে গেছি)। | Fingendo di cacciare per fini scientifici, ogni anno vengono uccise 1400 balene. Il Ministro della Pesca giapponese concede il permesso per queste attività di “ricerca” a una società denominata Kyodo Senpaku Kaisha Ltd, la quale viene anche finanziata ogni anno attraverso un sussidio statale di 1.2 miliardi di yen. |
18 | সাতো সান যিনি ও তার সঙ্গী দশ বছর জেল হবার ঝুঁকি নিয়েও তিমির মাংস শিকারি জাহাজ থেকে চুরি করেছিলেন, তিনি এক প্রশ্নের উত্তরে তার ব্লগে মন্তব্য করেছেন [জাপানী ভাষায়]। | Secondo una fonte all'interno della flotta per la ricerca scientifica, “sono fissate delle quote, ma non potendo trasportare tutte le balene catturate si procede a un continuo ‘cacciare e gettare in mare' ” (ciò mi sorprende). |
19 | ইনস্টিউট অফ সেটাসিয়ান রিসার্চ (১) এই ধরনের প্রচারণা ছড়ানোর পেছনে দায়ী। | Sato-san, che insieme al suo compagno rischia fino a 10 anni di carcere [in] per furto, commenta [gia] la questione sul suo blog. |
20 | তবে গতবছর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (আইইউসিএন) বা বিশ্ব সংরক্ষণবাদী প্রতিষ্ঠান এমন এক প্রস্তাব গ্রহণ করেছে যা এ ধরনের বিশ্বাসকে ভ্রান্ত বলে অভিহিত করে। | Molti giapponesi credono alla propaganda secondo cui “le balene mangiano troppi pesci e la quantità di pesce a noi destinata sta calando, perciò la popolazione di balene va ridotta”. |
21 | (২) এছাড়া এখন পরিষ্কার যে বিদেশী বৈজ্ঞানিকরা এই তত্বের সমালোচনা করেছে। এই তত্বের প্রচার করেন মি: মারিশিতো [তিনি জাপানী মৎস্য গবেষণা কেন্দ্রের এক উপদেষ্টা]। | Questa propaganda è stata messa in circolazione dall'Istituto per la Ricerca sui Cetacei (1) ma l'anno scorso l'Unione Mondiale per la Conservazione della Natura (IUCN) ha adottato una risoluzione che respinge (2) questa presunta relazione tra pesci e cetacei. |
22 | এখন স্বীকার করে নেওয়া হচ্ছে এই প্রচারণার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। […] | Peraltro, l'evidente rifiuto di tale teoria da parte della comunità scientifica internazionale ha costretto il Sig. |
23 | অষ্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী গ্যারেট একটি প্রকল্প উপস্থাপন করেন যা এক বৈজ্ঞানিক গবেষণা। | Morishita [negoziatore per l'Ente della Pesca del Governo giapponese] a riconoscere come questa propaganda non avesse alcuna base scientifica. […] |
24 | এই গবেষণার আওতায় ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আটলান্টিক মহাসাগরে কোন তিমি শিকার করা যাবে না। এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য বিশ্বের সকল দেশের বৈজ্ঞানিকদের আহ্বান জানানো হয় এবং প্রতি বছর তারা তাদের গবেষণার ফলাফল প্রকাশিত করবে। | Il Ministro dell'Ambiente australiano Peter Garrett [ex cantante dei Midnight Oil, in] ha presentato un progetto di ricerca scientifica per il periodo 2009-2014 il quale prevede che non venga uccisa neanche una balena negli oceani dell'Antartico. |
25 | একই সময় তারা আইডাব্লিউসির বৈজ্ঞানিকদের পরামর্শ গ্রহণ করবে। সেখানে এক পদ্ধতি তৈরি করা হয় যা জাপানের এই বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকারকে বড় আকারে বিরোধিতা করে। | Ricercatori da tutti i Paesi del mondo sono stati invitati a partecipare al progetto: ogni anno illustreranno i risultati dei propri lavori in cambio di consulenza da parte della commissione scientifica dell'IWC, metodologia molto diversa da quella seguita dal Giappone per condurre le proprie attività di caccia a fini “scientifici”. |
26 | জাপান ইঙ্গিত প্রদান করেনি যে তারা এই গবেষণার প্রস্তাবনায় অংশগ্রহণ করবে। | Il Giappone non ha ancora aderito al progetto di ricerca. |
27 | তবে যদি জাপান তার বৈজ্ঞানিক গবেষণায় অ্যান্টার্কটিকা মহাসাগরে তিমি শিকারের ব্যাপারে গুরুত্ব প্রদান করে থাকে, তবে তার শর্ত হিসেবে তাকে এই ধরনের প্রকল্পে অংশগ্রহণ করতে হবে, যেমন এর মধ্যে অন্যতম শর্ত তিমি শিকার না করা এবং দক্ষিণ সাগরে তিমি শিকার না করার বিষয়টি তাকে প্রদর্শন করতে হবে। | Tuttavia, se i suoi obiettivi scientifici nei mari dell'Antartico sono seriamente fondati, dovrà necessariamente aderire a simili progetti che non prevedono l'uccisione di balene, per dimostrare la propria volontà di bandire la caccia dalle acque dell'Antartico ed evitarne così la riduzione della popolazione. Se ciò non si verificasse, lo scopo dichiarato di “ricerca scientifica” nelle attività di caccia si dimostrerebbe chiaramente qualcosa di diverso da un'indagine puramente accademica. |
28 | সেখানে তিমি শিকার নিষিদ্ধ। দক্ষিণ সাগরে তিমির সংখ্যা যাতে হ্রাস না পায় সে জন্য সেখানে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। | (1) “Le balene si nutrono di sardine, salmoni, pollack d'Alaska ecc., usati anche nell'alimentazione umana, per una quantità da tre a cinque volte l'ammontare complessivo del pescato. |
29 | যদি এই বিষয়টি রাষ্ট্রীয় কোন বিষয় নয়, বৈজ্ঞানিক গবেষণায় তিমি শিকার পরিষ্কার ভাবে বৈজ্ঞানিক কর্মকাণ্ড থেকে এক ভিন্ন বিষয়। | L'impatto sulle risorse disponibili per l'alimentazione umana è enorme” (opuscolo dell'Istituto per la Ricerca sui Cetacei dal titolo “Why do we make research on whales?” |
30 | ২)আইইউসিএন মাছ ও বড় আকারের তিমির মধ্যে সম্পর্ক [পিডিএফ ফরমেটে ও ইংরেজী ভাষায়] | [Perché facciamo ricerche sulle balene?]) (2) IUCN Relazione tra la pesca e le balene [in] |
31 | এই বছরের শুরুতে তিমি শিকারের উপর নির্মিত এক তদন্ত মূলক তথ্য চিত্র “দি কোভ” সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয় এবং তা “দর্শক পছন্দ” পুরস্কার লাভ করে। | All'inizio di quest'anno, un documentario sulla caccia alle balene dal titolo The Cove [La baia, in] è stato presentato al Sundance Film Festival, dove ha ricevuto il premio del pubblico. |
32 | যেমনটা, একোজিন এই চলচ্চিত্রের কিছু অংশের বর্ণনা [জাপানী ভাষায়] আমাদের জানাচ্ছেন: | Ekojin ci descrive alcuni dettagli [gia] del documentario: Higashi Murogun, Daishicho, prefettura di Wakayama. |
33 | হিগাশি মুরুগান, ডিয়াশিহিচো, ওয়াকামা প্রদেশ। | D'ora in poi, questa cittadina, la cui sopravvivenza dipende dalla pesca, riceverà probabilmente grande attenzione in tutto il Paese! |
34 | এখন থেকে এই গ্রামের যারা মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করত, তারা সারা দেশের মনোযোগ আকর্ষণ করে। | The Cove ha ottenuto il premio del pubblico al Sundance Film Festival in America nel 2009. È un documentario contro la caccia alle balene. |
35 | ২০০৯ সালে আমেরিকার সানড্যান্স উৎসবে দি কোভ অডিয়েন্স বা শ্রোতা পুরস্কার লাভ করে। এই তথ্যচিত্রটি তিমি শিকারের বিরোধিতা করে তৈরি করা হয়েছে। | In una piccola città che tradizionalmente ha fatto della caccia alle balene il simbolo della propria attività, vengono segretamente massacrati ogni anno 20.000 delfini la cui carne viene spacciata per carne di balena. |
36 | ছোট্ট এক শহর, যার বাণিজ্যিক কারণে তিমি শিকারের ঐতিহ্য রয়েছে, তারা প্রতি বছর গোপনে প্রায় ২০০০০ ডলফিন হত্যা করে এবং তিমির মাংস বলে বিক্রি করে, আরো রয়েছে, মারকারি বা পারদ নামের এক বিষাক্ত উপাদান তিমির মাংসে পাওয়া গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! | |
37 | এর সাথে যোগ করুন এই ডলফিনের মাংস এক রহস্যময় ব্যবসার মাধ্যমে বিদেশী ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। | Come se non bastasse, nella carne è stato trovato del mercurio, una sostanza velenosa, che la rende inadatta al consumo umano! |
38 | এই সমস্ত তথ্য জাপানীদের কাছে অজানা। | Questi fatti sono sconosciuti alla gran parte dei giapponesi. |
39 | এটা এক অন্ধকার দিক এমন এক দেশে, যে দেশের লোকজন ভাবে দেশটি উদারনৈতিক গণতান্ত্রিক পন্থায় চলছে। | È il “lato oscuro” messo alla luce in un Paese che si pensava essere una democrazia liberale… È di questo che si occupa il film. |
40 | এই সমস্ত বিষয় নিয়েই এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে। | Il trailer di The Cove |