# | ben | ita |
---|
1 | পুট ইট অন: বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের জন্যে অনলাইনে প্রতিযোগিতা | <em>Put it On</em>: opportunità online per il cinema indipendente |
2 | এটি অর্থের বিনিময়ে একটি প্রচারণা। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও ভাষায় যারা চলচ্চিত্র নির্মাণ করে, পুট ইট অন আশা করছে তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে। | Questa è una promozione pagata, tramite cui Put it On [in] punta a farsi conoscere da registi di ogni nazionalità e regione del mondo. |
3 | আপনি কি কখনো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার স্বপ্ন দেখেন? এটা আপনার জন্য এক সুযোগ? | Hai sempre sognato di studiare alla New York Film Academy [in]? |
4 | আপনি কোথায় বাস করেন, কাজ করেন এবং ছবি বানান, সেটা কোন বিষয় নয়, পুট ইট অন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা আপনাকে সে সুযোগ উপহার দেবে: নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা বৃত্তি রয়েছে, যার জন্য কোন মূল্য প্রদান করতে হবে না এবং সেরা চলচ্চিত্র, শর্ট বা দৃশ্য ও সেরা অভিনেতাকে ৫০০০ আমেরিকান ডলার নগদ প্রদান করা হবে। | Questa è la tua opportunità, indipendentemente dal luogo dove vivi, lavori e fai cinema. Il Put it On Picture Show Contest [in] mette in palio ‘solo' questo: una borsa di studio per la New York Film Academy e un premio in contanti di 5.000 dollari per i primi classificati nelle categorie di Miglior Lungometraggio, Miglior Corto, e Migliore Attore/Attrice nella categoria Recitazione. |
5 | দ্বিতীয় সেরা চলচ্চিত্র এবং দৃশ্য পাবে একটি এইচডি প্রজিউমার ডিজিটাল ভিডিও ক্যামেরা। | Il secondo premio per il Miglior Lungo e Miglior Corto è una videocamera digitale ad alta definizione Prosumer. |
6 | পুট ইট অন হচ্ছে শিল্পীদের জন্য নতুন এক ওয়েব প্রদর্শনী এবং গ্যালারী সাইট। এটি চার ভাগে বিভক্ত- ফ্যাশন, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্প। | Put it On [in] è un nuovissima vetrina e galleria web per artisti che opera in quattro diversi settori: moda, film, musica e arte. |
7 | শিল্পীরা এখানে, এই ভার্চুয়াল জগৎে এক গিগাবাইট জায়গা পাবে, যার জন্য কোন টাকা প্রদান করতে হবে না। তারা এখানে তাদের কাজ পরিদর্শন ও পছন্দ করা দামে বিক্রির ব্যবস্থা করতে পারবে। | Gli artisti ricevono gratuitamente 1 GB di memoria virtuale e possono scegliere di consentire il download gratuito del proprio lavoro, oppure di renderlo scaricabile a qualsiasi prezzo vogliano. |
8 | এই সাইট দশটি আলাদা ভাষায় প্রকাশ করা হবে, যা করা হবে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে। | Il sito è disponibile in 10 diverse lingue tramite traduzioni automatiche. |
9 | এই প্রতিযোগীতায় যোগ দেবার জন্য আপনি আপনার সেরা ভিডিওটি জমা দিন। | Per partecipare al concorso, basta caricare il filmato migliore. |
10 | বিশ্বের যে কোন স্থানের, যে কোন বিষয়ের চলচ্চিত্র জমা দেবার যোগ্য বলে বিবেচিত হবে। | I video possono interessare qualsiasi argomento da ogni parte del mondo, essere in lingua originale ma con sottotitoli in inglese obbligatori. |
11 | যে কোন ভাষার ছবিও গ্রহণযোগ্য, কিন্তু তার সাবটাইটেল বা কথোপকথন ছবির নিচে ইংরেজীতে হতে হবে। | Si può presentare un film in una sola delle categorie: Miglior Corto oppure Miglior Lungometraggio (più di 45 minuti). |
12 | আপনি যে কোন একটি বিভাগের জন্য কেবল ছবি জমা দিতে পারবেন: সেরা শর্ট অথবা সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের যে কোন একটিতে (চলচ্চিত্রের সময় ৪৫ মিনিটের বেশী হতে হবে)। | |
13 | এই প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে পুট ইট অন সাইটে প্রবেশ করুন। | Per maggiori dettagli sul concorso, meglio visitare Put it On [in]. |
14 | এই প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া শুরু হবে ৩০ জুলাই এবং নভেম্বরের ২৬ তারিখে জমা নেওয়া শেষ হবে। | L'iniziativa è partita il 30 luglio e la data ultima per presentare i video sarà il 26 novembre. |
15 | সেরা দশ দৃশ্য এবং ভিডিও বাছাই করা হবে অনলাইন ভোটিং এর মাধ্যমে। | I migliori 10 corti e lungometraggi verranno scelti tramite votazione online. |
16 | বিচারকদের মধ্য থাকবেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীর সদস্য এবং পুট ইট অনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ম্যাক্স ফ্রেজার। তারা, ২০১০ সালের জানুয়ারির ৭ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করবেন। | Una giuria di esperti - compreso un membro della New York Film Academy - assieme a Max Fraser, co-fondatore di Put it On, annunceranno i vincitori il 7 gennaio 2010. |
17 | জমা দেওয়া সকল ছবি থেকে আলাদা ভাবে যাচাই বাছাই করে বিচারকরা সেরা অভিনেতা বাছাই করবেন। | Il premio per il Migliore Attore/Attrice protagonista verrà deciso separatamente dai giudici scegliendo fra tutte le opere presentate. |