Sentence alignment for gv-ben-20130807-37916.xml (html) - gv-ita-20130817-83496.xml (html)

#benita
1ইরান: বিদায় আহমাদিনেজাদIran: bye bye, presidente Ahmadinejad
2আহমাদিনেজাদের প্রস্থান।La fine di Ahmadinejad.
3সূত্র: টুইটার ব্যবহারকারী @আতেহরানিFonte: utente Twitter @Aatehranii
4১৯৭৯ সালে অনুষ্ঠিত ইরান বিপ্লবের পর থেকে ইরানের সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী রাষ্ট্রপতি গত শনিবার, ৩ আগস্ট, ২০১৩ তারিখে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় গ্রহণ করে।Il presidente più controverso [en, come gli altri link salvo diversa indicazione] dell'Iran dai tempi della rivoluzione del 1979 ha lasciato l'incarico Sabato, 3 Agosto 2013.
5তার উত্তরসূরি, হাসান রোহানির উপর দায়িত্ব বর্তেছে, দেশে বিদেশে আহমাদিনেজাদ যে ক্ষতি সাধন করেছে তা ঠিকঠাক করা।Il suo successore, Hassan Rouhani, è ora incaricato di arginare il danno provocato da Ahmadinejad in patria e all'estero.
6আহমাদিনেজাদের বিদায় উদযাপনে নেট নাগরিকরা ছবি, বার্তা, এবং টুইট প্রকাশ করেছে।I netizen hanno pubblicato foto [ar/en], post, messaggi e tweet per festeggiare la sua dipartita.
7কেউ কেউ ২০০৯ সালে সেই বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী বিক্ষোভের ঘটনা স্মরণ করেছে, যে নির্বাচনের মাধ্যমে আহমাদিনেজাদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হন।Alcuni hanno ricordato il movimento di protesta del 2009 in seguito alla controversa elezione parlamentare che vide Ahmadinejad eletto al suo secondo mandato.
8#আহমাদিবাইবাই ছিল এর স্লোগান এবং হ্যাশট্যাগ।#AhmadiByeBye è lo slogan e l'hashtag usato dai netizen.
9প্রাক্তন এই রাষ্ট্রপতির বেশ কিছু ছবি এবং কার্টুন টুইটারে প্রদর্শিত হয়।Diverse foto e vignette dell'ex presidente sono state condivise su Twitter.
10ইরানি এবং ইরানি-নন এমন অনেকে বলছেন যে মাহমুদ আহমাদিনেজাদ বিগত আট বছরে বিভিন্ন বিষয়ে মিথ্যা বলেছেন।Molti Iraniani, e non iraniani, sostengono che Mahmoud Ahmadinejad abbia mentito su diverse questioni per otto anni.
11হাদি নীলি, ইরানের এক সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর প্রাক্তন লেখক, তিনিও একই চিন্তা প্রদর্শন করেছেন:Hadi Nili, giornalista iraniano ed ex collaboratore di Global Voices, ha condiviso lo stesso pensiero:
12@হাদিনীলি: আজ রাতে #ইরান তার অন্যতম সেরা একজনকে হারালা, যে কিনা মিথ্যা বলায় সেরা।“Stasera l'#Iran perde uno dei suoi migliori; il migliore nel mentire. #AhmadiByeBye“, scrive @rezayekhali
13#আহমাদিবাইবাই, লিখেছেন@রেজাইখালিলি- Hadi Nili (@HadiNili) August 2, 2013
14সালার টুইট করেছেন [ফার্সি ভাষায়]:Sallar ha pubblicato su Twitter [fa]:
15@সালার:এই আট বছরে সে প্রায় কোন প্রশ্নের উত্তর দেয়নি, সবসময় ছদ্ম উপহাসের মাধ্যমে সে প্রশ্ন এড়িয়ে গেছেIn otto anni non ha risposto ad una sola domanda. Ha sempre evitato, con scherno, le domande.
16বিগত নির্বাচনের ইতিহাস এবং গ্রীন আন্দোলনও আজকের বার্তায় উপস্থিত ছিলI fantasmi dell'elezione precedente e del Movimento Verde sono ancora presenti nei messaggi odierni.
17মেহেদি শাহারখিজ টুইট করেছেন:Mehdi Saharkhiz ha pubblicato su Twitter:
18@অনলিমেহেদি: আজ, ঠিক এই মূর্হুতে তার অবস্থান ঠিক সেখানে যেখানে তার চার বছর আগে যাওয়ার কথা ছিল।Oggi, proprio adesso, lui se ne sta andando dal posto da cui avrebbe dovuto andarsene 4 anni fa.
19কিন্তু এখন আর তাতে কি আসে যায়। সে তো চলে যাচ্ছে।Ma ciò che importa è che se ne sia andato #AhmadiByeBye #iranbrief
20#আহমাদিবাইবাই, #ইরানব্রিফ- Mehdi Saharkhiz (@onlymehdi) August 2, 2013
21মেহেদি শাহারখিজ আমাদের বির্তকিত সেই রাষ্ট্রপতি নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, অনেকের বাদী উক্ত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে:Mehdi Saharkhiz ci ricorda la discussa elezione presidenziale quando in tanti sostennero che i risultati delle elezioni erano stati manipolati:
22@অনলিমেহেদি: তিনি এখন এক প্রাক্তন ব্যক্তি, শুধু এক প্রাক্তন ব্যক্তি।Lui è un ex. Solo un ex. Non posso dire presidente.
23আমি তাকে রাষ্ট্রপতি বলতে পারি না।Il vero presidente è ancora agli arresti domiciliari.
24সত্যিকারের রাষ্ট্রপতি এখনো গৃহবন্দী।#AhmadiByeBye è quello che lui è #iranbrief
25আহমাদিনেজাদবাইবাই আহমাদিনেজাদের প্রস্থান হচ্ছে তাই যা হওয়া উচিত ইরানব্রিফ- Mehdi Saharkhiz (@onlymehdi) August 2, 2013
26আহমাদিনেজাদের প্রস্থানে বেশ কয়েকজন ইরানি নাগরিক তাদের আনন্দ প্রকাশ করেছে।Molti Iraniani hanno condiviso la loro gioia per la dipartita di Ahmadinejad.
27তারা আঘাদাশলো টুইট করেছে:Tara Aghdashloo ha scritto su Twitter:
28তারাআঘাদাশোল আমার ছেলেবন্ধু বাসার চারপাশে পায়চারী করছে এবং গাইছে আহমাদিবাইবাই।Il mio ragazzo gironzola per casa cantando #AhmadiByeBye - e non è nemmeno Iraniano.
29এমন কি সে ইরানি নয়।- Tara Aghdashloo (@taraaghdashloo) June 18, 2013
30যশ শাহরেয়ার একই উল্লাস প্রদর্শন করেছে এবং বলছেJosh Sharyar condivide la stessa gioia e scrive:
31জেশাহরেয়ার:আহমাদিনেজাদের প্রস্থানে খুব একটা আনন্দিত হতে পারছি না।Non si può essere troppo felici per la dipartita di Ahmadinejad.
32এখনো অনেক সাংবাদিক, একটিভিস্ট, আইনজীবী, নাগরিক তার কারণে কারাগারে বন্দী।Troppi giornalisti, attivisti, avvocati, cittadini ancora in prigione a causa sua. #AhmadiByeBye
33আহমাদিবাইবাই- Josh Shahryar شهريار (@JShahryar) August 2, 2013