# | ben | ita |
---|
1 | ভারতে সমকামিতা অবৈধ বলে সুপ্রিম কোর্টের রায় | India: la corte suprema dichiara illegali le pratiche omosessuali |
2 | দিল্লিতে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে জড়ো হয়েছেন হাজারো মানুষ। এই রায়ের ফলে ২০০৯ সালের হাইকোর্টের দেয়া রায় বাতিল হয়েছে। | In centinaia si sono radunati nel centro di Delhi per protestare contro la decisione della Corte suprema di revocare il provvedimento del 2009 dell'Alta corte e di deliberare invece a favore della Sezione 377, legge dell'epoca coloniale che, in India, rende le relazioni fra persone dello stesso sesso un crimine. |
3 | এর ফলে দণ্ডবিধি ৩৭৭ ধারা এখন থেকে আবারো প্রযোজ্য হবে। | |
4 | ঔপনিবেশিক আমলে চালু হওয়া ওই বিধিতে সমকামিতাকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। | |
5 | ছবি তুলেছেন লুইস ডাউসি। | Immagine di Louise Dowse. |
6 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১১/১২/২০১৩)। | Diritti d'autore Demotix (11/12/2013) |
7 | ভারতীয় সুপ্রিম কোর্ট সমকামিতাকে অবৈধ হিসেবে রায় দিয়েছেন। | |
8 | এই রায় শুনে অবাক হয়েছেন অনেকেই। | |
9 | এর আগে দিল্লির হাইকোর্ট সমকামিতাকে বৈধতা দিয়েছিল। | |
10 | সুপ্রিম কোর্টের রায়ের ফলে সেই ব্রিটিশ আমলে আইনের চেপে বসেছে ভারতীয়দের উপরে। ব্রিটিশ যুগের আইন অনুযায়ী, সমকামিতা শুধু অপরাধই নয়, পশুপাখি এবং শিশুদের সাথে যৌনকর্মের মতো নিন্দনীয় ও সেটা। | Con una decisione sconvolgente, la Corte Suprema indiana ha fatto marcia indietro su una sentenza dell'Alta corte di Delhi e ha ripristinato una legge draconiana del periodo coloniale inglese che non solo criminalizza [en, come tutti i link successivi] il sesso omosessuale consensuale, ma pone i gay sullo stesso piano di zoofili e pedofili. |
11 | এই রায়ের ফলে সমকামীদের অধিকার আবার লঙ্ঘিত হলো। এদিকে সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে রক্ষণশীল সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। | Il verdetto è stato incassato nel Paese come un duro colpo per i diritti degli omosessuali, che allo stesso tempo priva gli indiani dei loro diritti di eguaglianza, di non discriminazione e di libertà personale sanciti nella costituzione. |
12 | ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট সমলিঙ্গের সম্পর্ককে বৈধতা দিয়েছিল। | In ogni caso, i partiti religiosi e le organizzazione hanno ben accolto la decisione della Corte suprema indiana. |
13 | তবে নতুন এ রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, এটি এখন নির্ভর করতে সংসদের ওপরে। | Nel 2009 l'Alta corte aveva depenalizzato l'omosessualità. |
14 | ভারতীয় পেনাল কোডের ৩৭৭ ধারা ১৫৩ বছরের পুরোনো ঔপনিবেশিক আমলের আইন। | Ma questo nuovo verdetto della Corte suprema rimette al Parlamento il compito di legiferare sulla questione. |
15 | এই আইন অনুযায়ী, সমলিঙ্গের যৌন সম্পর্ক “অপ্রাকৃতিক অপরাধ” এবং অপরাধীর এর জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। | La Sezione 377 del codice penale indiano è una legge vecchia di 153 anni risalente all'epoca coloniale. |
16 | আম জনতা ব্লগ ব্যঙ্গ করে প্রাকৃতিক যৌনক্রিয়ার জন্য সুপ্রিম কোর্টের কী ধরনের গাইডলাইন আছে এবং কী অনুমোদন করে তার একটি তালিকা করেছে। | Stando a tale legge, le relazioni tra persone dello stesso sesso sono un “crimine contro natura” e perseguibili con una condanna di dieci anni di galera. |
17 | সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন লেখক কামায়ানি বালি মহাবাল: | Il blog Aam Janata ha messo in lista, in modo satirico, di quel che, secondo le linee guida della Corte suprema, è da considerare sesso naturale. |
18 | আজকে সমকামিতাকে অবৈধ ঘোষণা করা হলো। | Lo scrittore Kamayani Bali Mahabal ha criticato su Krativist questa decisione: |
19 | সুপ্রিম কোর্ট ভারতকে ২০০৮ সালে নয়, সেই উনিশ শতকে নিয়ে গেলেন। | Oggi, penalizzando l'omosessualità, la Corte suprema ha riportato indietro l'India, non al 2008, ma addirittura fino al diciannovesimo secolo. |
20 | যেইসব মানুষ যারা বন্ধু, পরিবার এবং সমাজকে গর্বের সাথে তাদের যৌন প্রবৃত্তির কথা বলেছিল, এরকম লক্ষ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। | Ha tradito la fiducia dei milioni che sono usciti allo scoperto e hanno condiviso fieramente il proprio orientamento sessuale con amici, familiari, colleghi e con la società. |
21 | তাছাড়া ২০০৯ সাল থেকে বিগত চার বছর ধরে যেসব সংগঠন সমকামী অধিকার নিয়ে কাজ করছিল, তাদের মুখেও চুনকালি মাখা হলো। | Ha cancellato gli sforzi di centinaia di attivisti che, nei quattro anni successivi al verdetto, si sono impegnati per creare spazi pubblici come ospedali aperti alle persone LGBT. |
22 | এইচআইভি সংক্রমণ কমিয়ে আনতে এমএসএম গ্রুপের সাথে যেসব সরকারি এবং আন্তর্জাতিক সংস্থা কাজ করছিলেন, তারাও ধোলাই হয়ে গেলেন। | Ha cancellato gli sforzi di coloro che hanno lavorato con i gruppi MSM col pieno sostegno del governo e delle agenzie internazionali per ridurre i casi di HIV. |
23 | এটা অনেকটা বাবা রামদেবের সমকামী সম্প্রদায়ের ৩০ মিলিয়ন মানুষকে ‘আসক্ত' হিসেবে অভিহিত করে, তাদের সুস্থ করে তুলতে আশ্রমে ডেকে এনে ইয়োগা করানোর মতোই ব্যাপার। | Ha consentito a persone della risma di Baba Ramdev di trovare il coraggio per descrivere trenta milioni di persone appartenenti alla comunità LGBT come “dipendenti” e invitarli al suo yoga ashram affinché siano curati. |
24 | ব্লগার এবং অ্যাকটিভিস্ট রিতা ব্যানার্জি এই রায়ে নৈতিকতার চেয়ে রাজনৈতিক ব্যাপার বেশি ছিল বলে মনে করেন। | La blogger e attivista Rita Banerji si chiede se il verdetto non abbia un tono più politico anziché etico. |
25 | ফার্স্ট পোস্টে শুভজিৎ উল্লেখ করেছেন, ৩৭৭ ধারা অফিসে নিয়ে আসা হলে সমকামীদের জন্য এক ভয়াবহ ব্যাপার হবে। কেন না, সারাদেশ সমকামিতাকে পাপ হিসেবে দেখে: | Shuvajit sul First Post ha spiegato come la Sezione 377 renda l'ambiente di lavoro un vero incubo per i membri della comunità LGBT, in un Paese in cui l'omosessualità è peccato: |
26 | সুপ্রিম কোর্টের রায়ের পর, ব্যক্তিগতভাবে আমার কাজের ক্ষেত্র থেকে ‘বাইরে বের' হওয়ার জন্য দশবার ভাববো। অফিসে আমি একটি দলের নেতৃত্ব দেই। | Dopo il verdetto della Corte suprema, so che, almeno io, ci penserei dieci volte prima di fare coming out sul posto di lavoro, dove sono a capo di un gruppo. |
27 | অফিসের কাজের ক্ষেত্রে নেতৃত্ব গুণ দরকার। | |
28 | পুরো দলকেই নিয়ন্ত্রণ করতে হয়। আর এখানে যদি কেউ জেনে যায় আপনি একজন সমকামী, তাহলে পেশাগত দক্ষতা কিংবা গুণ থাকা সত্ত্বেও এটা আপনার জন্য বিরাট অপূর্ণতা তৈরি করবে। | In un ruolo professionale che esige qualità di leadership e di controllo su un gruppo, ammettere la propria omosessualità è sempre stato un enorme passo indietro, indegno per la propria abilità e competenza professionale. |
29 | সুপ্রিম কোর্টের রায় এগুলোকে আইনি বৈধতা দিলো। | Il verdetto della Corte suprema non fa altro che legittimare la ragione di tale agonia |
30 | সুপ্রিম কোর্টের রায়ের পর আদিত্য নিগম কাফিলা ব্লগে প্রতিবাদের ঘোষণা দিয়ে লিখেছেন: | Aditya Nigam su Kafila ha pubblicato un post in cui protesta per la dichiarazione della Corte Suprema. |
31 | দু:খজনক! | Scioccante! |
32 | লজ্জাকর!! | Vergognoso!! |
33 | ন্যাক্কারজনক!!! | Disgutoso!!! |
34 | দিল্লি হাইকোর্টের সমকামিতাকে বৈধতা দেয়ার রায়কে ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রিম কোর্ট ভারতের ইতিহাসে সবচে' পশ্চাদগামী রায় দিয়েছে। | La Corte suprema ha distrutto la decisione dell'Alta corte di Delhi di depenalizzare il sesso omosessuale, con quella che potrebbe essere la sentenza più retrograda nell'intera storia dell'India. |
35 | সুপ্রিম কোর্ট কী যুক্তিতে এটিকে অবৈধ বললেন, তার বিবরণ এখনো জানা যায় নি। | Dal momento che i dettagli del ragionamento seguito dalla Corte non sono ancora disponibili, non possiamo che immaginare, con facilità, quali possano essere. |
36 | তবে সেটা সহজেই অনুমান করা যায়। | È arrivata l'ora della disobbedienza civile. |
37 | এখন সময় আইন অমান্য করার, প্রতিবাদ করার। | L'ora della protesta. |
38 | আজ ১১ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে যন্তর-মন্তরে সমাবেশ অনুষ্ঠিত হবে। | Assemblea al Jantar Mantar alle 16.30, oggi undici dicembre, per annunciare al momento che “Noi Siamo Tutti Queer”. |
39 | আমরা বিশ্বকে জানিয়ে দেব- ‘উই আর অল ক্যুইয়ার'। আমরা এও ঘোষণা দিবো, এটা শুধুমাত্র সমকামীদের লড়াই নয়, এটি আমাদের সবচে' মৌলিক মানবাধিকারের লড়াই। | Per annunciare che questa non è una lotta per la sola “comunità omosessuale”, bensì una lotta per i nostri diritti più basilari e più preziosi valori. |
40 | ব্ল্যাক নয়েজ ব্লগ সমকামী অধিকারকর্মী গৌতম ভানের সংবাদ সম্মেলনের খবর শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন, “যেখানে সামাজিক প্রাসঙ্গিকতার ব্যাপারটাই ঠিক হয় নি, সেখানে আইনি প্রাসঙ্গিকতার সিদ্ধান্ত নেয়া হয়”: | |
41 | নিউজ লন্ড্রিতে ভিসভাক সেন এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন: তারা এখনো তাদের মনস্থির করে উঠতে পারেন নি। | Il blog Blank Noise ha condiviso la conferenza stampa dell'avvocato per i diritti gay Gautam Bhan, che ha commentato che “ la rilevanza sociale non è stata ancora decisa, la rilevanza legale invece sì”: |
42 | স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, সমকামিতা অনৈতিক এবং বিপদগামী মনের প্রতিচ্ছবি। | Visvak Sen ha spiegato su News Laundry la posizione del governo sulla questione: Non hanno ancora deciso definitivamente. |
43 | এটাকে অপরাধ হিসেবে বিবেচনা না করলে, নৈতিক অবনতি ঘটবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এর সাথে একমত নয়। | Il Ministero degli Interni ritiene che il sesso omosessuale sia immorale e il riflesso di menti perverse, e che la sua depenalizzazione porterebbe a un degrado morale. |
44 | তারা ৩৭৭ ধারাকে এইডস প্রতিরোধের ক্ষেত্রে একটি বাধা হিসেবে বিবেচনা করছে। | Il Ministero della Salute dissente, e considera la Sezione 377 una gigantesca barriera alla prevenzione della diffusione dell'AIDS. |
45 | সুপ্রিম কোর্টের রায়ের পর টুইটারে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে। | Su Twitter ci sono state forti reazioni alla decisione della Corte suprema. |
46 | দেশটির কমিউনিকেশন, আইটি এবং শিপিং মন্ত্রী মিলিন্দ দেওরা টুইট করেছেন: | Millind Deora, Ministro di stato, delle Comunicazioni e Informazioni Tecnologiche e dei Trasporti, ha tweettato: |
47 | এই একই সুপ্রিম কোর্ট গতকালও প্রাজ্ঞ ছিল। আজকে তারা ৩৭৭ ধারা নিয়ে রায় দিয়ে আমাদের হতাশ করলো। | La stessa Corte suprema che appena ieri si è dimostrata così saggia su lal battis oggi ci delude con il suo verdetto sulla Sezione 377? |
48 | এটা সুপ্রিম কোর্টের ব্যক্তিগত পছন্দের বিষয়। | Si tratta di scelte personali, Corte suprema |
49 | সিনেমা পরিচালক এবং কফি উইথ করণের উপস্থাপক করণ জোহর লিখেছেন: | Karan Johanar, regista e conduttore di “Caffè con Karan”, ha scritto: |
50 | ৩৭৭ ধারা শুধুমাত্র মানবাধিকারের লঙ্ঘন নয়, এটা আমাদের দেশের গণতন্ত্রকেও মরীচিকা বানিয়ে ফেলবে। | #Sec377 non è solamente una violazione dei diritti dell'uomo, ma fa anche apparire la democrazia come un miraggio nel nostro paese …. |
51 | চলচ্চিত্র অভিনেত্রী এবং মানবাধিকার কর্মী শাবানা আজমী একে অগণতান্ত্রিক এবং মানবাধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেছেন: | Shabana Azmi, attivista e attrice, l'ha definita antidemocratica e contro i diritti dell'uomo: |
52 | অবাক করা রায়! | Sentenza sconvolgente! |
53 | ৩৭৭ ধারা মানবাধিকারের লংঘন এবং অগণতান্ত্রিক। | Confermare la 377 viola i diritti dell'uomo ed è antidemocratico. |
54 | সুপ্রিম কোর্ট বলেছে, সংসদ ৩৭৭ ধারা বাতিল করে দিতে পারে। | La Corte suprema dice che il Parlamento dovrebbe eliminare la 377 - DEVE. |
55 | অপরাধী? | Criminale? |
56 | কীভাবে? | Come? |
57 | ভারতের নয়া দিল্লির ৫ম বার্ষিক দিল্লি সমকামী প্রাইড প্যারেড ২০১২ থেকে ছবিটি নেয়া হয়েছে। | Immagine della quinta edizione dell'annuale Delhi Queer Pride Parade, nel centro di New Delhi, India. |
58 | সুপ্রিম কোর্টের রায়ের পর ভবিষ্যতে এ ধরনের আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। | Il futuro di questa manifestazione è incerto dopo il verdetto della Corte suprema. |
59 | ছবি তুলেছেন জিতি চাধা। | Immagine di Jiti Chadha. |
60 | স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/১১/২০১২)। | Diritti d'autore demotix (25/11/2012) |
61 | (25/11/2012) সাংবাদিক বুকরাহ দত্ত লেখক বিক্রম শেঠের সাথে তার আলাপচারিতা টুইট করেছেন: | La giornalista Bukrha Dutt ha tweettato la sua conversazione con il famoso autore Vikram Seth: |
62 | বিক্রম শেঠ আমাকে বলেছেন: গতকাল আমি অপরাধী ছিলাম না। | Vikram Seth mi dice: “Ieri non ero un criminale, oggi lo sono. |
63 | কিন্তু আজ আমি অপরাধী। | Intendo rimanerlo. |
64 | আমি তাদের একজন যে, কাকে ভালোবাসব তার জন্য ঈশ্বরের অনুমতি নিতে বসে থাকি না | Non chiederò il permesso alla signoria prima d'amare” |
65 | সিএসএম-এর ভারতীয় প্রতিনিধি এবং কাফিলার সহ-সম্পাদক শিভাম ভিজ উল্লেখ করেছেন: | Shivam Vij, corrispondente indiano per CSM e coeditore di Kafila, ha detto: |
66 | সুপ্রিম কোর্টের রায় বিচারিকভাবেই হোমোফোবিয়াকে মুখোশ পরিয়ে রাখবে। | La decisione della Corte suprema è omofobia travestita da controllo giudiziale #Sec377 #LGBT #India |
67 | লাইটহাউজ ইনসাইটে প্রশান্ত নাইডু টুইটারের আরো কিছু প্রতিক্রিয়া সংকলন করেছেন। | Prasant Naidu di Lighthouse Insights ha collezionato ulteriori su Twitter. |