# | ben | ita |
---|
1 | আফ্রিকা: সংস্কৃতিক প্রতিকৃতিকে রিমিক্স রেডিও এবং ভিডিওর রঙে রঙ করা | Africa: produzione di ritratti culturali attraverso il riutilizzo di file radio e video |
2 | | Radio Continental Drift [en, come ovunque nel seguito se non diversamente indicato] diffonde una proposta interessante: a partire da file audio creati in corsi di produzione radio e clip girati in diverse città del Kenya e dell'Uganda, i curatori del sito hanno rielaborato una serie di video con l'intento di alimentare la conversazione sui temi dell'attivismo, della cultura e delle arti in Africa. |
3 | রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট একটি কৌতুহলজনক প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছে: রেডিওর কর্মশালার অডিও বা শব্দ আর কেনিয়া আর উগান্ডার ভিডিও শট নিয়ে তারা বেশ কয়েকটি রিমিক্স ভিডিও তৈরি করেছে। | Lo spirito che anima i video è quello di far circolare i file audio che sono stati prodotti su licenza Creative Commons Share-alike [Condividi allo stesso modo], nella speranza che questi possano ispirare altre persone a rielaborarli e distribuirli. |
4 | এর উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এক্টিভিজম, সংস্কৃতি এবং শিল্প নিয়ে আলোচনা জোরদার করা। | Come viene spiegato nel post dallo stesso blog intitolato An Ear on the Ground: |
5 | এই ভিডিওর পেছনে যে যে সব উক্তি তার উদ্দেশ্য, এ সব নিয়ে অডিওর প্রচার শুরু করা। | [I file] sono archiviati come parte di un viaggio a parole verso l'“Africa” & i corsi itineranti di produzione audio che si svolgono in tutto il continente. |
6 | এসব কিছু ক্রিয়েটিভ কমন্স শেয়ার এলাইক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে এই আশায় যে, তারা এগুলোর রিমিক্সে অন্যদের উৎসাহিত করতে পারবে। | Gli elenchi (playlists) audio caricati nell'archivio digitale www.archive.org hanno lo scopo di introdurre artisti & associazioni e le scene culturali, socio-politiche e di attivismo incontrate da Radio Continental Drift (RCD) nel corso del tempo. |
7 | যেমনটা তারা তাদের এক পোস্ট মাটিতে এক কান-এ (এন আর অন দি গ্রাউন্ডে) ব্যাখ্যা করেছে: | In questo post RCD condivide una fotografia scattata a Nairobi che descrive un processo di caricamento online di contenuti multimediali: |
8 | “আফ্রিকার” উপর চলতে থাকা এই আলাপচারিতা মূলক আলোচনার যাত্রা শুরুর অংশ হিসেবে এক সংগ্রহশালা গড়া হয়েছে এবং সারা মহাদেশ জুড়ে ‘রাস্তায় অডিও প্রচার মাধ্যম কর্মশালার' ব্যবস্থা করা হয়েছে। | |
9 | ডাব্লিডাব্লিউডাব্লিউ. আর্কাইভ. | Archiviazione e uploading di contenuti per Radio Continental Drift |
10 | অর্গ-এর যে অডিওর তালিকা রয়েছে সেগুলো শিল্পী এবং সংগঠক এবং সংগঠন, সংস্কৃতি, একটিভিস্ট এবং সামাজিক রাজনৈতিক ধারণার উপর করা। | |
11 | বিভিন্ন সময়ে রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট এসবের মুখোমুখি হয়েছে। | Quello che segue è uno dei clip della serie chiamata “trailer per un road-movie”. |
12 | এই পোস্টে, নাইরোবি থেকে কি ভাবে এক উপাদান এখানে তুলে দেয়া হয়েছে, তারা সেই প্রক্রিয়ার ছবি আমাদের প্রদর্শন করছে: | Registrato a Nairobi, in Kenya, il video mescola musica e interviste sui temi del consumo, dell'avidità, della celebrità e delle droghe: |
13 | রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টের জন্য সংগ্রহশালা তৈরি করা এবং তা উঠিয়ে দেওয়া | Il video che segue fa pensare a uno stream of consciousness su reggae, violenza e sviluppo: |
14 | পরবর্তীটি রেগে বা দ্রুত লয়ের সঙ্গীতের ধারা, সংঘর্ষ, এবং উন্নয়নের উপর এক চেতনা প্রবাহের মত অনুভূতির জন্ম দেয়: | Da Kampala, in Uganda vengono i due clip seguenti, sulla musica e sulla saggezza che si può trovare nelle canzoni: |
15 | উগান্ডার রাজধানী কাম্পালা থেকে সঙ্গীত এবং জ্ঞানের উপর এই পরবর্তী দুটি ভিডিও এসেছে, যা কিনা গানের মধ্যে দিয়ে পাওয়া যাবে: | Maggiori informazioni si possono trovare sul blog, Radio Continental Drift, dove sono presenti anche i link alle fonti inedite che possono essere elaborate e rimixate. |
16 | এ বিষয়ে আরো তথ্য তাদের ব্লগ রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টে পাওয়া যাবে, সেখানে তারা সম্পাদনাহীন উৎসের লিঙ্ক দিয়ে দিয়ে যা কিনা রিমিক্স করা যাবে। | |