Sentence alignment for gv-ben-20100811-12283.xml (html) - gv-ita-20100809-22841.xml (html)

#benita
1রাশিয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ক্রাউডসোর্সিং সহায়তাRussia: crowdsourcing per il soccorso alle vittime degli incendi
2[এই পোস্টটি মূলত উশাহিদি ব্লগে প্রকাশ করা হয়েছে।(Questo post è stato originariamente pubblicato sul blog di Ushahidi [en, come tutti gli altri link eccetto dove diversamente indicato].
3উশাহিদি একটি উন্মুক্ত মানচিত্র মাধ্যম যা ২০০৮ সালে কেনিয়ার সঙ্কটের সময় নির্মাণ করা হয় এর পর থেকে তা সারা বিশ্বে ক্রাউডসোর্সিং-এর (মূলত অনেকের কাছ থেকে তথ্য পাওয়ার) জন্য ব্যবহার করা হয়।]Ushahidi è una piattaforma open-source di mappatura sviluppato in Kenya per documentare le violenze del 2008 e oggi utilizzato in varie situazioni di crowdsourcing [it] in tutto il mondo.)
4গত সপ্তাহ থেকে এক অভূতপূর্ব তাপদাহের প্রভাবে সৃষ্ট বন্য দাবানলগুলো ক্রমাগত রাশিয়ার পশ্চিম অংশ ও মস্কো শহরকে হুমকির মুখে ফেলে। এতে অন্তত ৪০ জন লোক মারা গেছে এবং ৭৭ টি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।A seguito di un'ondata di calore senza precedenti, da molti giorni numerosi incendi continuano a minacciare gran parte della regione occidentale della Russia, inclusa l'area di Mosca.
5হাজার হাজার লোক বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের সর্বস্ব আগুনে হারিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ দেশটির সাতটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।Almeno 40 persone sono rimaste uccise, e 77 città e paesi sono stati danneggiati, migliaia di persone sono rimaste senza casa e hanno perso tutto quello che avevano.
6তবে মনে হচ্ছে যে কর্তৃপক্ষ তথ্য সমন্নয় সাধন করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সু-নির্দিষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা এবং দ্রুত সাহায্য করার ক্ষেত্রে।Il presidente russo Dmitrj Medvedev ha dichiarato lo stato d'emergenza in 7 regioni, tuttavia sembra che l'autorità abbia seri problemi nel coordinare le informazioni, l'assistenza e la fornitura di aiuto immediato alle vittime.
7রাশিয়ার অনলাইন সম্প্রদায়, যার মধ্যে লাইভজার্নাল. কম ব্লগ প্লাটফর্মের ব্লগাররা কেবল এই বেদনাদায়ক ঘটনার সংবাদ প্রকাশ করার ক্ষেত্রেই সক্রিয় ছিল না, একই সাথে তারা নিজেরাই সংগঠিত হয়ে দুর্গতদের সাহায্য করছে।La comunità online russa, inclusi i blogger di Livejournal.com, sono molto attivi non solo nella copertura di questi tragici eventi, ma anche nell'auto-organizzarsi per fornire aiuto a coloro che ne hanno bisogno.
8যারা এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে ইচ্ছুক তাদের জন্য পোজার_রু নামে একটি বিশেষ সম্প্রদায় চালু করা হয়েছে।E' stata creata una speciale comunità chiamata “Pozar_Ru” [rus] per coloro che sono interessati ad aiutare.
9তবে ভূমিকম্পের মত ঘটনা, যে ক্ষেত্রে যখন বেশির ভাগ ক্ষতি একই সময় একটি এলাকায় সংগঠিত হয়, দাবানল এর ক্ষেত্রে প্রতি ঘন্টায় নতুন কেন্দ্র সৃষ্টি হয় এবং সময়ের ব্যবধানে অগ্নিকাণ্ড প্রতিটি এলাকায় বিস্তৃতি লাভ করতে থাকে।Tuttavia, al contrario di quanto accade nel caso di terremoti, durante i quali il danno maggiore è causato immediatamente, qui quasi ogni ora emergono nuovi epicentri di incendi e questo avviene in un territorio molto vasto.
10ঘটনাক্রমে, এই ঘটনা অতিরিক্ত তথ্য তৈরি করতে থাকে এবং অনলাইন সম্প্রদায়ের জন্য তথ্যের সমন্নয় সাধন কঠিন করে তুলতে থাকে।Questo causa un sovraccarico di informazioni e rende più difficile coordinare gli aiuti per una comunità online.
11এখানে যে জিনিসটির অভাব দেখা দিয়েছে তা হল একটি অবস্থান বা প্লাটফর্ম যা তথ্য প্রবাহ এবং সাহায্য প্রচেষ্টার ক্ষেত্রে সমন্বয় ও সহায়তা করবে।Ciò che manca è una piattaforma che assista il coordinamento del flusso di informazioni e degli aiuti.
12গত ৩১শে জুলাই, আমি আমার ব্লগে একটি শিরোনাম লিখেছিলাম “রাশিয়ার দাবানল দমনের ক্ষেত্রে উশাহিদি ব্যবহার করা প্রয়োজন”।Il 31 luglio, sul mio blog ho scritto un post intitolato “Wildfires require using ‘Ushahidi' in Russia” [rus] (Gli incendi in Russia hanno bisogno di Ushahidi).
13আমি অনলাইন প্লাটফর্ম বা মাধ্যমে উশহিদির ভূমিকা নিয়ে লিখেছিলাম, যা তথ্য সংগ্রহ করবে এবং সেগুলোকে দৃশ্যমান করবে। যেমনটি হাইতি এবং চিলিতে করা হয়েছে এবং যুক্তি প্রদান করেছিলাম এই প্রযুক্তি রাশিয়ার বর্তমান পরিস্থিতিতে আরো গ্রহণযোগ্য।Ho spiegato il ruolo di Ushahidi, la piattaforma online utilizzata per raccogliere e visualizzare le informazioni ad Haiti e in Cile, e ho sostenuto che l'utilizzo di questo strumento è appropriato per l'attuale situazione in Russia.
14কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি রাশিয়ার অতি পরিচিত বিরোধী প্রান্তে অবস্থানকারী ব্লগার মারিনা লিটভিনোভিচ পুনরায় পোস্ট করে এবং পোজার_রু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে।Nel giro di poche ore, il post è stato ripubblicato dalla famosa blogger Marina Litvinovich [rus] ed è circolato all'interno della comunità Pozar_Ru.
15এটা প্লাটফর্ম বা মাধ্যম বেশ মনোযোগে সৃষ্টি করে এবং সেখানে নানা ধরনের আলোচনার সৃষ্টি করে।Il post ha attirato molta attenzione sulla piattaforma e ha suscitato un'accesa discussione.
16পরবর্তী দিন আল্টজ গামার-এর ব্লগার ও গ্লোবাল ভয়েসেস রুনেট ইকো প্রকল্পের সম্পাদক আলেক্সেই সিডোরেঙ্কো উশাহিদি চালু করেন।Il giorno seguente, Alexey Sidorenko, un blogger di Altz-gamer [rus] e uno dei redattori del progetto Runet Echo su Global Voices ha lanciato Ushahidi.
17রাশিয়ান-ফায়ার.Russian-fires.ru
18রু সাইট এই ওয়েবসাইটের নাম রাশিয়ান-ফায়ার.L'indirizzo del sito è Russian-fires.ru [rus].
19রু এবং এর শিরোনাম “রাশিয়ান ফায়ার ২০১০ (রাশিয়ার অগ্নিকাণ্ড ২০১০)”।Alexey Sidorenko ha utilizzato la versione russa precedentemente tradotta per il suo utilizzo in Kyrgyzstan [rus].
20সিডোরেঙ্কো এর আগে রাশিয়ার সংস্করণটি কিরগিজস্তান-এর গোলযোগ রিপোর্টিং এর জন্য ব্যবহার করেছিলেন।Alexey inoltre, attraverso il popolare blog russo di informatica Habrahabr [rus], ha chiesto l'aiuto di programmatori russi per unirsi a lui nell'ulteriore sviluppo della piattaforma.
21আলেক্সেই এর আগে রাশিয়ার প্রোগ্রামারদের আরো উন্নয়নের জন্য একটি জনপ্রিয় আইটি ব্লগ হাব্রাহাব্রার মাধ্যমে তার সাথে যোগ দেবার অনুরোধ জানান।Marina Litvinovich ha anche chiesto l'aiuto di volontari [rus] che si uniscano al team per gestire e contribuire con informazioni alla nuova piattaforma.
22মারিনা লিটভিনোভিচও একই সাথে একটি দলে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেবার জন্য অনুরোধ জানান যা নতুন প্লাটফর্মে তথ্য সমন্নয় এবং তথ্যের ক্ষেত্রে অবদান রাখতে পারবে।L'obiettivo principale della piattaforma non è tanto la mappatura degli incendi, ma innanzitutto costruire un ponte tra i cittadini che hanno bisogno di aiuto e coloro che desiderano fornirlo.
23এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য দাবানলকে মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা নয়, তার বদলে প্রাথমিকভাবে ওই সমস্ত নাগরিক যাদের সাহায্য প্রয়োজন এবং যারা সাহায্য করতে চায় তাদের মাঝে সেতুবন্ধন তৈরি করা।
24এটি দৃশ্যমান হয় মানচিত্রের শ্রেণী বিভাগের মাধ্যমে, যার মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে “কি কি প্রয়োজন”; (এর উপবিভাগ : ঘর প্রয়োজন, কাপড় প্রয়োজন, খাবার প্রয়োজন, এলাকা ত্যাগ করা প্রয়োজন, ইত্যাদি)।Questo si riflette nelle categorie della mappa che includono “Cos'è necessario” (sottocategorie: occorre una casa, occorrono vestiti, occorre cibo, occorre un'evacuazione, ecc.) e “Voglio aiutare” (sottocategorie: “Ho vestiti”; “Ho mezzi di trasporto”; “Ho cibo”; ecc.).
25এই মানচিত্র-এর সাথে প্রদর্শন করেছে “সহায়তা কেন্দ্রগুলো” এবং সেই সব স্থান, যেখানে বাসস্থান হারানো লোকজন রাত কাটাতে পারবে।La mappa mostra inoltre “centri di assistenza” e luoghi in cui le persone che hanno perso la casa possono passare la notte.
26“রাশিয়ান ফায়ার ২০১০” প্রথম উশাহিদি প্লাটফর্ম যা রাশিয়ার ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য ব্যবহার করা হল এবং সম্ভবত রাশিয়ার অনলাইন সম্প্রদায় প্রথমবারের মত একটি স্বাধীন ক্রাউডসোসিং-এ পরিণত হয়।“Russian Fires 2010″ [rus] rappresenta l'inaugurazione di Ushahidi in Russia per questi scopi, e probabilmente è la prima volta in cui la comunità russa online si è convertita in una piattaforma indipendente di crowdsourcing.
27এই প্রকল্পটি কেবলমাত্র একটি দিনের জন্য সরাসরি করে রাখা হয়েছিল, কিন্তু ইতোমধ্যে তার একটি শক্তিশালী মূল দল সৃষ্টি হয়েছে এবং তাদের সাথে ডজনখানেক সাংবাদ রয়েছে।Il progetto è attivo solo da qualche giorno, ma può già contare su una forte squadra e su decine di reportage.
28অনুগ্রহ করে খেয়াল রাখুন যে, এই সাইটে কিছু ত্রুটি (বাগস) আছে (যেমন - ক্যারেক্টার এনকোডিং বিষয়টিকে আলাদা করা হবে) এবং অন্য প্রাথমিক সমস্যা রয়েছে, তবে দলটি আশা করছে যে তারা সমস্যার সমাধান করে ফেলবে, প্লাটফর্ম নিয়ে গবেষণা করবে এবং তারা বাড়তি সাহায্যের অনুসন্ধান করছে।Segnalo che potrebbero esserci alcuni bug nel sito (questioni sulla codificazione dei caratteri da risolvere) e altri problemi legati a questa fase iniziale, ma il team spera di risolvere queste difficoltà, studiare la piattaforma e cercare ulteriore assistenza.
29আমরা নিশ্চিত নই প্রথম রাশিয়ার উশাহিদি একটি সাফল্যে গাঁথা হবে কি না, কিন্তু এটি পরিষ্কার যে উচ্চ ধারার কর্মকাণ্ড এবং অনলাইন সম্প্রদায়ের যৌথ সহায়তার কারণে অনলাইনে “উশাহিদি” ব্যবহারের ক্ষেত্রে রাশিয়া একটি বিচিত্র জায়গা।Non sappiamo se questo primo esperimento di Ushahidi russo sarà un successo, ma è già chiaro che la Russia è un posto unico per utilizzare “Ushahidi” grazie all'alto livello di attivismo e di mutua assistenza nella comunità online.
30উশাহিদি চালু করার পর তার গতি এটা প্রমাণ করে।La velocità con cui “Ushahidi” è stato lanciato ne è una prova.
31“রাশিয়ান ফায়ার ২০১০” ওয়েবসাইট বলছে যে, “আসুন আমরা প্রযুক্তিকে একে অন্যের সাহায্যের জন্য কাজে লাগাই”।“Lasciamo che la tecnologia permetta di aiutarci l'un con l'altro” afferma il sito “Russian Fires 2010″.
32আমরা আশা করি এই শ্লোগান সত্যি হবে।Speriamo che questo slogan diventi realtà.
33যে কোন সাহায্য, উপদেশ অথবা যে কোন বিষয় নিয়ে যোগদানের জন্য আপনি গ্রেগরি আসমলোভ কে লিখুন তার ইমেইলে, গ্রেগরি [ডট] আসমলওভ [এ্যাট]জিমেইল [ডট]কম-এ (gregory [dot] asmolov [at] gmail dot com)Per tutte le informazioni, consigli o altri tipi di aiuto, potete scrivere a Gregory Asmolov, gregory.asmolov@gmail.com o Alexey Sidorenko, sidorenko.a@gmail.com
34আপনাকে ধন্যবাদ এবং দয়া করে রাশিয়ায় বাস করা অন্যদের এই সাইট সম্বন্ধে জানান।Grazie, e per favore diffondete questo sito in Russia.