Sentence alignment for gv-ben-20110114-14721.xml (html) - gv-ita-20110114-29515.xml (html)

#benita
1তিউনিশিয়া: অভ্যূত্থানের গুঞ্জন কেবলই গুজবTunisia: niente colpo di Stato, ma la realtà non è troppo diversa…
2১২ জানুয়ারি বুধবার সকালে, টুইটারে এক অভ্যূত্থানের খবর তিউনিশিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ে। ইউরোপের সময় অনুসারে সকাল ৫.Nelle prime ore di mercoledì 12 gennaio, su Twitter si è rapidamente diffusa la notizia di un colpo di stato in Tunisia.
3১০ (সিইটি-সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম) মিনিটে এই সংবাদ ছড়িয়ে পড়া শুরু করে। যারা প্রথম এই সংবাদ টুইট করেছিল, তাদের মধ্যে ওয়েসিম আমারা (@ওয়েসে_এম) অন্যতম:Alle 5:10 di mattina (ora italiana), Wessim Amara (@wes_m [en, come tutti i link che seguono tranne ove diversamente indicato]) è stato uno dei primi a rilanciare quest'informazione:
4ফোনের মাধ্যমে প্রাপ্ত সংবাদে নিশ্চিত হওয়া গেছে যে, সামরিক বাহিনী স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর ঘিরে রেখেছে#ক্যু#তিউনিশিয়া#জুবাConferma telefonica che l'esercito ha circondato il Ministero dell'Interno #coup #tunisia #zaba
5@ওয়েসে_এম এবং অন্যদের টুইট অনুসরণ করার মধ্যে দিয়ে টুইটার অভ্যূত্থানের গুজবে ভরে যায়, এবং দি নেক্সট ওয়েব প্রথম প্রতিষ্ঠান যারা এই অভ্যূত্থানের সম্ভাব্যতার ব্যাপারে সংবাদ প্রকাশ করে:Dopo il messaggio di @wes_m, seguito da molti altri, Twitter è stato inondato da notizie riguardo un presunto colpo di Stato e The Next Web è stato tra i primi a pubblicare un articolo in proposito.
6টুইটারে যে সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেই অনুসারে বেল আলির শাসনের বিরুদ্ধে এক সামরিক অভ্যূত্থান ঘটেছে এবং রাষ্ট্রপতি জিয়ান এল আবেদিন বেন আলির তিউনিশিয়া থেকে উৎখাত হয়েছে।In base alle notizie riportate su Twitter è in atto un colpo di Stato militare contro il regime di Ben Ali e il Presidente Zine el Abidine Ben Ali.
7তবে মনে হচ্ছে যে গত কয়েক সপ্তাহে দেশে যে খণ্ড যুদ্ধ চলছে সেই সব ঘটনার উপর মূলধারার প্রচার মাধ্যম সামান্যই মনোযোগ প্রদান করেছে। তবে এর উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল ২৬ বছর বয়স্ক এক প্রতিবাদকারীর প্রতিবাদ, যে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং পরে মারা যায়। .Le grandi testate hanno dedicato ben poca attenzione agli eventi che si sono svolti nelle ultime settimane in questo Paese sotto assedio, fatta eccezione per la notizia di un manifestante ventiseienne che si è dato fuoco e in seguito è deceduto per le ferite riportate.
8সম্ভাব্য এক অভ্যূত্থানের সংবাদের সাথে, ইউটিউবে এক ভিডিও ছড়িয়ে পড়ে, যা দেখায় যে ফ্রান্সে তিউনিশিয়ার দূতাবাসের সামনে এক ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে:Oltre alle notizie del un presunto colpo di Stato, su YouTube è circolato un video su una manifestazione molto partecipata in Francia davanti all'ambasciata tunisina:
9তবে শেষে দেখা গেছে যে এই অভ্যূত্থানের সংবাদ ভূয়া প্রমাণিত হয়েছে; নাসের ওয়েডড্যাডি (@ওয়েডড্যাডি) যার সম্ভাব্য অভ্যূত্থানের সংবাদ, অন্যতম এক টুইটে পরিণত হয়, সে এর জন্য পরে ক্ষমা প্রার্থনা করে। সে জানাচ্ছে:Alla fine queste voci sul colpo di Stato sono risultate false; Nasser Weddady (@weddady), il cui messaggio si era presto trasformato in uno dei più rilanciati su Twitter, si è scusato, scrivendo:
10ঠিক আছে, আমি ভূল ছিলাম, কারণ আমি @সাবজ_নিউজের #তিউনিশিয়া#সিদিবোউজিদের উপর করা অভ্যূত্থানের সংবাদের উপর নির্ভর করে ছিলাম।Ok, ho sbagliato a fare affidamento sulle notizie di @SBZ_NEWS riguardo a un colpo di Stato in #tunisia. #sidibouzid.
11আমারই ভুল।Errore mio.
12কোন অভ্যূত্থান ঘটেনি।Nessun colpo di Stato.
13সাথে থাকুন।Restate collegati.
14আমির চৌচান (@মিরোহ) উপসংহার টেনেছে:Questa la conclusione [fr] di Emir Chouchane (@miroh_) riguardo all'accaduto:
15আজ ছড়িয়ে পড়া অভ্যূত্থানের গুজবটি ছিল, লোকজন সত্যিকার অর্থে যা চায় তার জবাব।Le voci odierne su un colpo di Stato riflettono quel che la gente vuole veramente che accada. #sidibouzid