# | ben | ita |
---|
1 | মিশর: শ্রেণীকক্ষ প্রকল্প বর্তমানে মিশরের অন্যতম সর্ববৃহৎ দাতব্য প্রতিষ্ঠান | Egitto: undici anni di successo per il volontariato di base |
2 | রিসালার স্বেচ্ছাসেবকরা অন্ধ শিক্ষার্থীদের পড়া শেখাচ্ছেন- ছবি রিসালা | Volontari di Resala insegnano a leggere a studenti non vedenti - foto di Resala |
3 | এটি ছিল ১৯৯৯ সাল এবং শরিফ আবদেল-আজিম কানাডায় ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার প্রকৌশলে পিএইচডি অধ্যয়ন শেষে মিশরে ফিরে আসেন। | Era il 1999 e Sherif Abdel-Azim [en, come gli altri link eccetto ove diversamente indicato] era rientrato in Egitto dopo aver terminato il suo dottorato di ricerca in Ingegneria Elettrica ed Informatica in Canada. |
4 | তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল নীতিজ্ঞান পড়াতেন এবং ছাত্রদের সামনে মিশর ও কানাডার দাতব্য প্রতিষ্ঠানের পার্থক্য উল্লেখ করতেন। | Insegnava Etica dell'Ingegneria agli studenti dell'Università del Cairo e parlava si suoi studenti delle differenze tra le associazioni di volontariato in Egitto e in Canada. Sherif Abdel-Azim |
5 | আবদেল আজিম এবং তার ছাত্ররা রিসালা (মিশন) নামে একটি দাতব্য গোষ্ঠী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাঝে সেবা প্রদান শুরু করল- বিনামূল্যে শিক্ষাদান এবং এতিম ও হাসপাতালে সেবা প্রদান করা। | Un giorno Abdel-Azim e alcuni studenti decisero di organizzarsi come gruppo di volontari, dandosi il nome di Resala (Missione), e cominciarono ad offrire servizi sia agli studenti dell'università che alla cittadinanza in generale, organizzando corsi gratuiti e prestando aiuto ad orfanotrofi e ospedali. |
6 | এক বছর পর, তার একজন ছাত্র এতিমখানা তৈরীর পরামর্শ দিল। তার একজন আত্মীয়া ইমারত তৈরীর জন্য জমি প্রদান করল। | Un anno più tardi, uno degli studenti propose di costruire una casa di accoglienza per bambini orfani. |
7 | সেই মুহুর্তে তারা দাতব্য প্রতিষ্ঠানটিকে রেজিষ্ট্রেশন করার সিদ্ধান্ত নিল-নাম দেয়া হলো রিসালা [আরবী ভাষায়]। | Un suo parente donò il terreno su cui costruirlo e fu a quel punto che decisero di registrare ufficialmente l'associazione, mantenendo il nome di Resala (sito ufficiale in arabo). |
8 | এগার বছর পর এটি মিশরের অন্যতম সর্ববৃহৎ দাতব্য প্রতিষ্ঠান। | Sono passati undici anni e Resala è diventata una delle più grosse organizzazioni di volontariato in Egitto. |
9 | সারাদেশে যার ৫০টির অধিক শাখা রয়েছে, দশ হাজারের বেশী স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন, রক্তদান ও এতিমখানা থেকে শুরু করে নিরক্ষরতা মুক্ত করা পর্যন্ত। | Conta in tutto il paese più di 50 sedi e decine di migliaia di volontari, impegnati in svariate attività che spaziano dalla raccolta di vestiti usati per i meno abbienti al sostegno di orfanotrofi, dalla promozione della donazione di sangue alla lotta contro l'analfabetismo alla registrazione di audiolibri per i non vedenti. |
10 | এবং আরো অনেক ধরনের। | E molto di più. |
11 | গত মে মাসে, টেডএক্সকায়রো রিসালার প্রতিষ্ঠাতা শরীফ আবদেল-আজিমকে সংগঠন, ঘটনাসমূহ যা তিনি প্রত্যক্ষ করেছেন এবং সাধারণের স্বেচ্ছাসেবকতা সম্পর্কে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল [আরবী ভাষায়]। | Lo scorso maggio, TEDxCairo ha invitato Sherif Abdel-Azim, come fondatore di Resala, a parlare dell'organizzazione e del volontariato in generale e a raccontare alcune delle loro esperienze [ar]. |
12 | ২০০৮ সালে, আশরাফ আল সাফাকি, একজন ব্লগার যিনি রেসালার স্বেচ্ছাসেবক ছিলেন, দাতব্য ও অর্থ সংগ্রহের জন্য বার্ষিক উদ্যোগ হিসাবে ব্যবহৃত কাপড় সংগ্রহের সম্পর্কে ব্লগ লিখেছিলেন: | Nel 2008, Ashraf Al Shafaki, un blogger che aveva servito come volontario per Resala, descriveva nel suo blog l'annuale raccolta di vestiti usati, poi donati o venduti per raccogliere fondi: |
13 | গত বছর রমজান মাসে (২০০৭), রিসালা কায়রোর ৭টি শাখা ও আলেকজান্দ্রিয়ার ২টি শাখার মাধ্যমে মিশরের জনগণের কাছ থেকে ১ লক্ষ পিস ব্যবহৃত কাপড় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। | Lo scorso anno (2007) Resala si prefisse di raccogliere durante il mese di Ramadan [it] centomila capi di abbigliamento usati, attraverso le sette sedi del Cairo e le due di Alessandria. |
14 | গতবছর রমজানের শেষে, রিসালা তার লক্ষ্যমাত্রাকে অতিক্রান্ত করেছিল এবং প্রকৃতপক্ষে ২ লক্ষ পিস ব্যবহৃত কাপড় সংগৃহিত হয়েছিল! | L'operazione ebbe un successo straordinario e contro ogni previsione si raccolsero ben duecentomila pezzi! |
15 | তিনি তখন লিখেছিলেন কিভাবে রিসালা ২০০৮ সালে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে ৩ লক্ষ পিস কাপড় সংগ্রহের ঘোষণা দিয়েছিল। | [Ashraf Al Shafaki] scriveva poi come nel 2008 Resala avesse alzato la posta e annunciato che avrebbe raccolto trecentomila capi di abbigliamento. |
16 | আবারো রিসালা লক্ষ্যকে অতিক্রান্ত করেছিল এবং ৩০ দিনের কম সময়ের মধ্যে প্রকৃতপক্ষে ১০ লক্ষ পিস ব্যবহৃত কাপড় সংগ্রহ করেছিল। | Anche allora superò ogni aspettativa e ne raccolse più di un milione in meno di 30 giorni. |
17 | রিসালার স্বেচ্ছাসেবকরা ৫ লক্ষ পিস দানকৃত ব্যবহৃত কাপড় বাছাই, ধৌত এবং ইস্ত্রি করেন। | I volontari di Resala hanno classificato, lavato e stirato circa mezzo milione di indumenti di seconda mano. |
18 | বাকী ১০ লক্ষ পিস দানকৃত কাপড় সমস্ত মিশর জুড়ে গরীব জেলাগুলোর দরিদ্র মানুষগুলোর বাড়ির কাছে ৩ দিনের ছোট মেলার মাধ্যমে খুব কম মূল্যে বিক্রয় করা হবে। | Il resto verrà venduto a prezzi molto bassi alle persone bisognose delle zone più disagiate, attraverso piccole fiere della durata di tre giorni in giro per l'Egitto. |
19 | প্রত্যেকটি পিসের দাম ৫০ সেন্ট থেকে ১ ডলার এর মধ্যে এবং মূল্যবান দামী কাপড় সর্বোচ্চ ৩ ডলার এর নীচে নির্ধারণ করা হয়। | I prezzi variano in media da 50 centesimi a 1 dollaro per capo, fino ad un massimo di 3 dollari per i pezzi più cari. |
20 | এর ফলে দরিদ্র পরিবারগুলো প্রদর্শনীতে তাদের প্রয়োজন মাফিক যে কোন সংখ্যক কাপড় বাছাই ও পছন্দের সুযোগ পাবে। এটি তাদের মধ্যে এমন একটি অনুভূতির সৃষ্টি করবে যে, তারা তাদের নিজের টাকায় কাপড় ক্রয় করছে। | È una formula che permette alle famiglie di scegliere con calma quello che preferiscono e nella quantità che desiderano, e da' loro la soddisfazione di poter acquistare con i propri risparmi. |
21 | ব্যবহৃত কাপড় বিক্রয়লব্ধ অর্থ রিসালার বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়, একই সঙ্গে অর্থ সংগ্রহের কাজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। | Il ricavato della vendita di vestiario viene poi destinato ad altre attività dell'associazione, insieme con le donazioni ricevute [ar]. E il ciclo continua. |
22 | রিসালা কম্পিউটার প্রশিক্ষণ ওয়ার্কসপ। | Corso di computer organizzato da Resala. |
23 | টেলিসেন্টারপিকচার এর মাধ্যমে ফ্লিকারে ছবি। (সিসি-বাই-এনসি-এসএ) | Foto di Telecenterpictures su Flickr (CC-BY-NC-SA) |