# | ben | ita |
---|
1 | গুয়াতেমালাঃ আদিবাসী গ্রামের অধিবাসীরা ইন্টারনেটে প্রবেশাধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে | Guatemala: accesso a Internet come “diritto umano” |
2 | সান্তিয়াগো আতিত্লান নামক আদিবাসী গ্রামের অধিবাসী এবং স্থানীয় কর্তৃপক্ষ উভয়ে, ইন্টারনেটে প্রবেশের অধিকারকে “একটি মানবাধিকার হিসেবে” ঘোষণা প্রদান করেছে। | Nel villaggio indigeno di Santiago Atitlàn [en], l'accesso a Internet è stato dichiarato “un diritto umano” sia dagli abitanti che dalle autorità locali. |
3 | একই সাথে কর্তৃপক্ষ সমগ্র জনগোষ্ঠীর মাঝে বিনে পয়সায় কমিউনিটি ওয়াই-ফাই সংযোগ প্রদানের এক পরিকল্পনা গ্রহণ করেছে যাতে সকলে এর দ্বারা লাভবান হতে এবং তাদের অধিকারের অনুশীলন করতে পারে। | Queste stanno inoltre lavorando ad un progetto per fornire l'utilizzo gratuito del Wi-Fi a tutta la popolazione, in modo che ognuno possa trarre beneficio dalla rete esercitando i propri diritti. |
4 | সম্প্রদায় এবং সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি গুয়াতেমালার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিদিনের জীবনে প্রবেশ করেছে। | I concetti di comunità e condivisione sono parte integrante della vita di tutti i giorni delle popolazioni indigene guatemalteche. |
5 | সবার জন্য এক সাধারণ স্থান, উন্মুক্ত দরজা, সহযোগিতা এবং একে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়া, সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্য। বিশেষ করে গুয়াতেমালার উচ্চভূমিতে অবস্থিত মায়া, তুজুতুহিল-এর মত জনগোষ্ঠীর মাঝে, যে সমস্ত জনগোষ্ঠীর ভাষায় খুব অল্প লোক কথা বলে। | Spazi comuni, porte aperte, colaborazione e condivisione sono le principali caratteristiche di queste comunità, specialmente tra le piccole comunità linguistiche come i mayani [en] Tzutuhil [en], gruppo indigeno degli altipiani del Guatemala. |
6 | সংস্কৃতি যখন বিবর্তিত হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিস্কার-এর সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, সেই প্রেক্ষাপটে আদিবাসী সংস্কৃতি নতুন প্রযুক্তিকে গ্রহণ করে নেয় এবং নিজেদের ঐতিহ্যবাহী নীতির সাথে খাপ খাইয়ে নেয়, ইন্টারনেট-এ প্রবেশের ক্ষেত্রে এই হচ্ছে ঘটনা। | Come tutte le culture che evolvendosi si adattano alle nuove scoperte scientifiche e tecnologiche, le culture indigene stanno abbracciando le nuove tecnologie e adattandone l'utilizzo ai loro principi tradizionali. Come è nel caso dell'accesso a Internet. |
7 | ছবি ইয়ো রেসপন্ডের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | Foto di Yo respondo, utilizzo consentito. |
8 | | I giovani di Santiago Atitlàn sono molto attivi nell'utilizzo degli strumenti digitali. |
9 | সান্তিয়াগো আতিত্লান-এর তরুণরা সক্রিয়ভাবে ডিজিটাল উপাদান ব্যবহার করে। | Il loro programma “Io rispondo! E tu?” |
10 | তাদের প্রোগ্রাম “আমি সাড়া দেই, আর আপনি” ( যা স্প্যানিশ ভাষায় “ইয়ো রেসপন্দে, ইয়া তু”) [স্প্যানিশ ভাষায়] ইন্টারনেট এবং স্থানীয় ক্যাবল টিভির মাধ্যম প্রচার করা হয় এবং সেগুলোকে সামাজিক প্রচার মাধ্যমের দ্বারা তুলে ধরা হয়। | (Yo Respondo, y Tu? [es]) viene trasmesso via Internet e sulla Tv locale, ed è promosso attraverso i social network. |
11 | তারা রিসাইকেল এবং অন্য সব স্থানীয় প্রতিবেশগত সমস্যার মত বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে থাকে। | E' lì dove gli abitanti ospitano i dialoghi parlando dei problemi locali, come il riciclaggio e altri argomenti legati all'ambiente. |
12 | এই গ্রুপ কমিউনিটি ওয়াই-ফাই নামক প্রকল্পের জন্য একটি অনুষ্ঠান তৈরী করেছে, যার প্রথম অংশ তৈরী করা হয়েছে। | Il gruppo che si doveva occupare di mostrare alla comunità il progetto Wi-Fi era pronto. |
13 | মত এবং অভিব্যক্তি বিষয়ক প্রচারণা এবং তা রক্ষার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রাংক লা রুকে, “ইন্টারনেট… আমার মানবিক অধিকার”, নামক পর্বের চলাকালীন সময়ে কমিউনিটি ওয়াই-ফাই নামক কর্মসূচি উদ্বোধনের আহবান জানানো হয়। অন্য সব অধিকার প্রয়োগ এবং অনুশীলনের কার্যকর উপাদান হিসেবে ইন্টারনেটে প্রবেশের বিষয়টিকে চিহ্নিত করার জন্য জাতিসংঘের এই প্রতিনিধি উক্ত সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন এবং তা উদযাপন করেছেন। | Durante l'episodio, chiamato “Internet… un mio diritto umano”, Frank La Rue, Relatore Speciale delle Nazioni Unite sulla promozione e protezione del diritto alla libertà di opinione e espressione, era stato invitato per lanciare il Wi-Fi per tutta la comunità, con cui il Relatore si è congratulato affermando che l'accesso a Internet è riconosciuto come uno strumento effettivo per praticare e rinforzare altri diritti. |
14 | রেডিও আতি যেমনটা বর্ণনা করেছে, জনগোষ্ঠী এবং স্থানীয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের [স্প্যানিশ ভাষায়] ফসল হচ্ছে এই কমিউনিটি ওয়াই-ফাই প্রকল্প: | Come descritto da Radio Ati, il progetto di Wi-Fi collettivo è il risultato dell'impegno comune [es] della popolazione e delle autorità locali: |
15 | “শহরের মেয়র টমাস চিভিলিয়ু নির্দেশ করেন যে এর অন্যতম এক উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জন প্রশাসনিক কার্যে স্বচ্ছতা আনায়ন করা, যারা ফলে তারা একটা নেটওয়ার্কের উন্নয়ন ঘটিয়েছে যা কিনা স্থানীয় পর্যায়ের ভিন্ন ভিন্ন সরকারি অফিসের মাঝে অবাধে তথ্য প্রবাহ সরবরাহ করবে। | “Tomás Chiviliú, sindaco della città, fa' notare che uno dei suoi propositi è quello di portare la trasparenza nell'informazione pubblica locale, quindi hanno sviluppato una rete che permetta la libera circolazione di informazione tra i diversi uffici amministrativi locali. |
16 | এই বিষয়টি তাদের সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে এবং এলাকার সকলের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার প্রতি উদ্দীপ্ত করেছে। | Ciò porta loro ad installare tutta l'apparecchiatura necessaria per poi offrire l'uso di internet in tutta l'area. |
17 | তিনি এর সাথে যোগ করেছেন সবার তথ্য পাবার অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এটা তরুণ, স্থানীয় কোম্পানী এবং পর্যটনের জন্য লাভজনক। | Egli aggiunge quanto sia importante garantire l'accesso all'informazione in generale, poiché ne traggono vantaggio le nuove generazioni, le compagnie locali e il turismo”. |
18 | ছবি হুয়ান ডামিয়ানের, অনুমতিক্রমে প্রকাশিত। | Foto di Juan Damian, uso consentito. |
19 | যেখানে সান্তিয়াগো আতিত্লান হচ্ছে মধ্য আমেরিকার অন্যতম এক দরিদ্র গ্রাম, সেই গ্রাম একটি সম্প্রদায়ের মাঝে ইন্টারনেট প্রবেশের সুযোগ সরবরাহে নেতৃত্ব প্রদান করছে। | Nonostante Santiago Atitlàn sia uno dei villaggi più poveri dell'America Centrale, sta aprendo la strada all'accesso collettivo a Internet. |
20 | তবে তাদের এই নেটওয়ার্ক পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত: আর পাসওয়ার্ড হচ্ছে, আমি আতিত্লান (ইয়ো সো আতিত্লান), যা কিনা স্থানীয় পরিচয়কে শক্তিশালী করার উপায় অনুসন্ধান করছে এবং এর ব্যবহারকারীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, তারা যে নেটওয়ার্কে প্রবেশ করছে, সেটি বিশ্বের অন্যতম এক সুন্দর লেকের পাশে অবস্থিত, যার নাম আতিত্লান লেক। | Comunque, la rete è protetta da password: la password, “Io sono Atitlàn” (Yo soy Atitlàn), ha come obiettivo il rafforzamento dell'identità locale e ricorda agli utenti che accedono alla rete di trovarsi accanto ad uno dei più bei laghi del mondo, il lago Atitlàn [en]. |
21 | সান্তিয়াগো আতিত্লান -এর পৌরসভা ফেসবুকে [স্প্যানিশ ভাষায়] এবং @আতিত্লানমুনি [স্প্যানিশ ভাষায়] নামক টুইটার একাউন্টের মাধ্যমে টুইটারেও সক্রিয়। | La municipalità di Santiago Atitlàn è anche molto attiva su Facebook [es] e Twitter (@atitlanmuni [es]). |
22 | ছবি হুয়াম ডামিয়ানের, অনুমতিক্রমে ব্যবহৃত। | Foto di Juan Damian, utilizzo consentito. |
23 | সান্তিয়াগো আতিত্লান এবং তার জনগণ অবশিষ্ট এই আমাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে। ইন্টারনেট হচ্ছে অধিকার অর্জনের মাধ্যম, বিশেষ করে যখন তা অন্য সব অধিকার-এর অনুশীলন চর্চাকে সম্ভব করে, যেমন জানার অধিকার; কমিউনিটি ওয়াই-ফাই, যেমনটা শহরের মেয়র বর্ণনা করেছেন, যার অনেক সুবিধা আছে; এবং সবশেষে বলা যায়, আদিবাসী সংস্কৃতির জন্য নতুন প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে দিয়ে আদিবাসী তরুণরা তাদের হাজার হাজার বছরের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে, তাদের চিন্তাকে ছড়িয়ে দিতে পারবে এবং সীমান্তহীন এক ভবিষ্যৎ আবিস্কার করতে পারবে। | Santiago Atitlàn e la sua gente stanno insegnando a tutti noi tre importanti lezioni: Internet è un diritto inalienabile, dal momento che permette l'esercizio di altri diritti, come, ad esempio, il diritto di sapere; il Wi-Fi collettivo, che come descritto dal sindaco, porta molti benefici; ed infine, le nuove tecnologie sono di estrema importanza per le culture indigene, dal momento che permettono alle nuove generazioni indigene di condividere le loro culture millenarie con il resto del mondo, diffondere le loro idee, e partecipare alla creazione di un futuro senza frontiere. |
24 | ভবিষ্যৎ, যা এই বর্তমানে রয়েছে, এবং আপনি তার সাথে সান্তিয়াগো আতিত্লান গ্রামে বাস করতে পারেন। | Il futuro è adesso e lo puoi vivere nel villaggio di Santiago Atitlàn. |