# | ben | ita |
---|
1 | ‘ফুলেকো’ মাসকট ব্রাজিলকে বিভক্ত করেছে | Fuleco, la mascotte che divide il Brasile |
2 | কোকা কোলার পৃষ্ঠপোষকতায় একটি গণমতামত প্রচারণা ব্রাজিলীয় ইন্টারনেট ব্যবহারকারীদেরকে ২০১৪ সালের বিশ্বকাপের ভবিষ্যত মাসকটের - ব্রাজিলের বনাঞ্চলের বিপন্ন একটি ছোট্ট প্রাণী বনরুইয়ের - নাম পছন্দ করার আমন্ত্রণ জানিয়েছে। | Attraverso un sondaggio online sponsorizzato da Coca Cola, i Brasiliani hanno potuto scegliere il nome della futura mascotte dei Mondiali 2014, un armadillo a tre fasce, piccolo animale delle foreste brasiliane in via d'estinzione. |
3 | হুমকির সম্মুখীন হলে খুবই শক্ত খোলসযুক্ত ছোট্ট এই প্রাণীটি নিজেকে গুটিয়ে একটি বলের মতো করে ফেলার ক্ষমতা রয়েছে বলে এর নাম টাটু বোলা (বল বনরুই)। | Questo animaletto ha la corazza molto resistente ed elastica tanto da riuscire a ripiegarsi su se stesso per proteggersi, da qui il suo nomignolo Tatu Bola… Armadillo Palla. |
4 | ঈশ্বরের শহরকে নির্দেশ করা ইন্টারনেট প্রচারণা: “ফুলেকো, আমার পাছা! আমার নাম ছোট্ট জে!” | Sondaggio su Internet, con riferimento al film City of God:" Fuleco, ma anche no! Il mio nome è piccolo Zé!". |
5 | এ টু জেড বেলো হরিজন্তে-তে ওডস এর ব্যাঙ্গচিত্র - পাবলিক ডোমেইন | Fonte: caricatura di Odes su Belo Horizonte |
6 | ১৭লক্ষ ভোটারের মধ্যে জুজেকো (৩১%) এবং অ্যামিজুবি'র (২১%) তুলনায় ফুলেকো'কে (৪৮%) বেশি পছন্দ করেছে। | Su un milione e settecentomila votanti, il 48% ha scelto Fuleco e subito dopo Zuzeco (31%) e Amijubi (21%). |
7 | বেবেতো (ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়), আর্লিন্দো ক্রুজ (গায়ক এবং সাম্বা সুরকার), থালিতা রেবোউসাস (সাংবাদিক এবং লেখক), রবার্ট দুয়াইলিবি (প্রচারণাকারী) এবং ফার্ণান্দো সান্তোসকে নিয়ে গঠিত একটি কমিটি তিনটি পরামর্শের প্রস্তাবনা করেছে। | Le tre proposte sono state scelte da un comitato composto da Bebeto (ex giocatore della nazionale brasiliana), Arlindo Cruz (cantante e compositore di samba), Thalita Rebouças (giornalista e scrittrice), Roberto Duailibi (pubblicitario) e Fernanda Santos. |
8 | মাসকটটির আনুষ্ঠানিক ওয়েবসাইটটিতে দেখানো হয়েছে যে আগে থেকেই অধিকাংশ ব্রাজিলীয়দের অনানুষ্ঠানিকভাবে ডাকা টাটু বোলা দেশে একটি অত্যন্ত শক্তিশালী সহানুভূতির ঢেউ সৃষ্টি করেছে: | Il piccolo Tatu Bola, come lo chiama affettuosamente la maggior parte dei brasiliani, gode di grande simpatia nel Paese, come testimoniato dal sito Internet ufficiale della mascotte [pt, come i link successivi]. Secondo quanto precisato nel sito: |
9 | অনুষ্ঠানটির একটি উচ্চমর্যাদা সম্পন্ন দূত এবং একটি বিপন্ন প্রজাতির সদস্য হিসেবে আনুষ্ঠানিক মাসকটটি পরিবেশগত সচেতনতার ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। | “la mascotte ufficiale, che è uno degli ambasciatori più in vista dei Mondiali 2014 oltre ad essere una specie protetta, giocherà un ruolo chiave nella sensibilizzazione del pubblico alla causa ambientale. |
10 | ফুলেকো ™ নামটি ফুটবল এবং ইকোলোজিয়া (প্রতিবেশ) শব্দের সংমিশ্রণ। এটি একসঙ্গে একটি উপায়কে বোঝায় যেখানে ফিফা বিশ্বকাপ এই দু'টিকে একসঙ্গে মিলিয়ে জনগণকে পরিবেশ বান্ধব আচরণে উৎসাহিত করতে পারে। | Il nome Fuleco™ nasce infatti dalla fusione delle parole brasiliane futebol ed ecologia; simboleggia il modo in cui la Coppa del mondo può unire calcio ed ecologia e incoraggiare la gente ad assumere un atteggiamento più responsabile nei confronti del nostro pianeta. |
11 | ফুলেকো ™ নামের পক্ষে ভোট দিয়ে ব্রাজিলের জনগণ পরিষ্কারভাবে নামটির ধারণ করা উভয় থিমের প্রতি একটি অনুরক্তি প্রদর্শন করেছে। | Preferendo il nome Fuleco™, i brasiliani dimostrano chiaramente di tenere a questi due concetti.” |
12 | তবে এখন ব্রাজিলীয়দের সংখ্যাগরিষ্ঠ একটি অংশ এই নামের পছন্দটিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। | Nonostante quanto sopra precisato, la scelta è stata messa fortemente in discussione da molti Brasiliani. |
13 | নাগরিকরা পূর্বে উল্লেখ করা মানগুলোকে (পরিবেশ এবং ক্রীড়া) তুলে ধরতে রাজি থাকলেও তারা ফিফার দায়িত্বহীন পছন্দে (মাসকটটির নামকরণে) খেদ প্রকাশ করেছে। | Se l'adesione ai valori chiamati in causa è un dato di fatto, i cittadini lamentano dall'altro lato la scelta irresponsabile della FIFA. |
14 | শুধু দুটি অক্ষরের কারণে ফুলেকো আসলে ফুলেরিও (টুকরো টুকরো)-তে রূপান্তরিত হয়ে গিয়েছে। | In effetti il nome si presta a modifiche e, cambiando le ultime lettere, fuleco si trasforma in fuleiro. |
15 | উত্তরপূর্বে এর মানে মিথ্যাবাদী ও অলস, এবং দক্ষিণপূর্বে ফুলেরিও অকেজো কোন কিছুকে বোঝায়। | Nel Nord-est, assume il significato di bugiardo, pigro, mentre nel Sud-est, fuleiro indica qualcosa senza valore. |
16 | এছাড়াও ফুলেকোর সঙ্গে ফুরেকো'র মিল রয়েছে যার মানে খুব খারাপ গুণ এবং মূল্যহীন। | Fuleco rimanda anche a furreco, che significa qualcosa di pessima qualità, senza valore. |
17 | “এসব নাম দিয়ে আমাদের বিব্রত করবেন না! | “Non fateci vergognare! |
18 | আমরা আমিজুবি, , ফুলেকো বা জুলেকো (নাম) চাই না। | Non si chiama né Amijubi, né Fuleco né Zuleco. |
19 | তার নাম টাটু বোলা! | Il suo nome è Tatu Bola! |
20 | ফেসবুকে জুভেন্তুজে সুস্তেন্তাভেল (টেকসই যুবসম্প্রদায়), অনুমতি নেয়া। | Fonte: pagina Facebook Juventude Sustentavel |
21 | দিক্সোনায়রে ইনফর্মেল দু পর্তুগায়স (অনানুষ্ঠানিক পর্তুগীজ অভিধান) [পর্তুগিজ ভাষায়]-এ অবদান রাখা ইন্টারনেট ব্যবহারকারীদের মতে অপভাষাতে ফুলেকো পদটি মলদ্বারের আরেকটি প্রতিশব্দ, যেমন আমাদের ব্যবহৃত শব্দ পাছা। | In gergo, fuleco è anche sinonimo di ano, utilizzato nella stessa maniera in cui viene usata la nostra parola culo, così come indicato dal dizionario informale portoghese. |
22 | ফুলেকো'র জন্যে বিশেষভাবে উপযুক্ত শব্দের খেলা: ফুদেকো (যে *** করে), ফুমেকো (যে ধূমপান করে)… সংক্ষেপে, ফুলেকো অনুপযুক্ত প্রমাণিত। | I giochi di parola si prestano particolarmente bene con Fuleco: fudeco (“baciatore”), fumeco (fumatore)… Dunque, Fuleco non sembra essere una scelta saggia. |
23 | ফেসবুক বা টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে অনেক সংখ্যক ব্রাজিলীয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে। | Molti Brasiliani hanno manifestato il loro dissenso sui social network, come Facebook o Twitter. |
24 | হাজার হাজার জন এই মাসকট পৃষ্ঠা্র [পর্তুগিজ ভাষায়] মতো লজ্জা, ক্ষোভ এবং দুঃখের মন্তব্যসহ ফুলেকো'র বিভিন্ন ব্যাঙ্গচিত্র ভাগাভাগি করেছে। | Varie caricature di Fuleco sono state condivise milioni di volte con commenti che esprimono vergogna, rabbia e lamentele, come su questa pagina dedicata alla mascotte. |
25 | ম্যাসকটটির নাম পরিবর্তনের আহবান জানিয়ে একটি প্রচারাভিযান পর্যন্ত চালু হয়েছিল; উদাহরণস্বরূপ, এর পুণঃনামকরণ টাটু বোলা। | È ora online un sondaggio, simile al precedente, per chiedere la sostituzione del nome della mascotte, proponendo di ribattezzarlo Tatu Bola. |
26 | ইতোমধ্যে ৩৯ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা একটি পি্টিশনে [পর্তুগিজ ভাষায়] প্রশ্ন করে হয়েছে: | La petizione online ha raccolto già più di 39.000 firme, con la seguente richiesta: |
27 | টাটু বোলা চরিত্রটি যদি এর আকৃতি এবং নামের কারণে পছন্দ করা হয়ে থাকে তবে কেন মাসকটটিকে শুধু… টাটু ব্যালন ডাকা যাবে না? | Se il personaggio Tatu Bola è stato scelto per la sua forma e il suo nome, perché mai la mascotte non potrebbe chiamarsi semplicemente…. Tatu Bola? |
28 | কাহিনীটির সবচেয়ে মজার দিকটি হলো স্থানীয় সাংগঠনিক কমিটি (এলওসি) এবং ফুটবল সংস্থাগুলোর আন্তর্জাতিক ফেডারেশন (ফিফা) ছয়টি ব্রাজিলীয় সংস্থার প্রস্তাবিত ৪৭টি নাম বিশ্লেষণ করেছে। তাদের সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্ণায়ক ছিল যে তারা ৫ থেকে ১২বছর বয়সী শিশুদের প্রশংসাপত্রের উপর নির্ভর করেছে। | Il fatto più buffo della storia è che il comitato organizzatore (COL) e la Federazione Internazionale Gioco Calcio (FIFA) avevano esaminato 47 proposte di nomi, avanzate da sei agenzie brasiliane, basandosi sull'aiuto di bambini compresi in una fascia di età, tra i 5 e i 12 anni, giudicati determinanti per la scelta finale. |
29 | অন্ততঃ সংগঠকরা তাদের লক্ষ্য অর্জন করেছে: শিশুদের খেলার মাঠ নিয়ে লোক হাসিয়ে! | Almeno gli organizzatori hanno raggiunto il loro scopo: far ridere durante la ricreazione! |