# | ben | ita |
---|
1 | ভারত: গাছের চারা প্রকল্প | India: il <em>sapling project</em> per rendere più verde Mumbai |
2 | মুম্বাইর দুই কর্পোরেট একজিকিউটিভ সতিশ বিজয়কুমার আর রঞ্জিত ওয়ালুঞ্জ একটি সফল অনলাইন আর অফলাইন প্রচারণা শুরু করেছেন মুম্বাই শহরের চেহারা পাল্টাবার জন্য, এটাকে আরো সবুজ করে। | Il Sapling Project, immagine ripresa da Bombay Lives Due dirigenti aziendali di Mumbai, Satish Vijaykumar [in] e Ranjeet Walunj [in] hanno avviato con successo una campagna online e offline che punta a rendere più verde il volto di Mumbai, India. |
3 | ওয়েলকাম টু মুম্বাই ব্লগে পুষ্পী বলেছেন কেন এই ধরনের প্রকল্পের প্রয়োজন আছে: | Sul blog Welcome To Mumbai, Pushpee spiega [in] l'importanza di progetti di questo tipo: |
4 | মুম্বাই শহরে ধুলা খুব বেশী, কারণ হচ্ছে দূষণ আর জনসংখ্যার আধিক্য। প্রতিদিন নতুন বাড়ি উঠছে আর দু:খজনক হল যে গাছকে কেটে ফেলা হচ্ছে কংক্রীটের আচ্ছাদন দেয়া এই অগ্রযাত্রার জন্য। | Ci sono troppa polvere, inquinamento e popolazione a Mumbai, ogni giorno spuntano nuove costruzioni e la parte più triste è che gli alberi vengono abbattuti per fare spazio al cemento. |
5 | কিন্তু আপনারা কি বুঝতে পারেন যে অচিরেই শহরটিতে সবুজ প্রকৃতি উধাও হয়ে কেবলমাত্র কংক্রীটের জঙ্গল থাকবে আর সবুজ দেখতে পাবো শুধু যখন আমরা পার্কে যাবো হাঁটতে??? | Ma vi rendete conto che presto ci sarà solo questa giungla di cemento senza più verde a parte il parco dove andiamo a fare la solita passeggiata??? |
6 | এই ব্লগার আরো বলেছেন: | Il blogger aggiunge: |
7 | মুম্বাই শহরে এখন আমরা কেবল দুই ধরনের পাখি দেখি: কাক আর কবুতর, অন্য সব সুন্দর পাখিগুলো কোথায়? | A Mumbai, vediamo solo due tipi di uccelli: corvi e piccioni, dove sono gli altri bellissimi uccelli? |
8 | দ্যা স্যাপলিং প্রজেক্ট (পোস্টারে ক্লিক করুন প্রকল্পের ওয়েবসাইটে যেতে)। | Il Sapling Project, immagine ripresa da Fotuya |
9 | ছবি ফতুইয়ার সৌজন্যে সতিশ বিজয়কুমার গত ২৪শে নভেম্বর, ২০০৯ তারিখে তার ব্লগ বোম্বে লিভস এ দ্যা স্যাপলিং প্রজেক্ট (গাছের চারা প্রকল্প) সংক্রান্ত ঘোষণা দিয়েছিলেন: | Satish Vijaykumar ha annunciato [in] quanto segue sul suo blog Bombay Lives il 24 novembre 2009: |
10 | আমি আর রঞ্জিত ছোট একটা প্রচারাভিযান করছি শহরের বিভিন্ন এলাকায় সবার জন্য বিনামূল্যে চারা লাগানো আর বিতরণের। | Io e Ranjeet stiamo lanciando una piccola campagna per piantare e condividere alberelli gratuitamente in diverse parti della città. |
11 | বিস্তারিত জানার জন্য http://thesaplingproject.com/ সাইটটিতে দেখুন আর চারার লাগানোর জন্য নিবন্ধনের জন্য। | Visitate il sito http://thesaplingproject.com/ [in] per ulteriori dettagli e firmate per gli alberelli. |
12 | প্রকল্পের ওয়েবসাইটটি জানাচ্ছে যে চারা বিনামূল্যে বিতরণ করা হবে। | Il sito del progetto informa [in] che le piante verrano distribuite gratuitamente. |
13 | আর লোকেরা নিম বা অশোক গাছের প্রতিটি চারা স্পন্সর করতে পারেন মাত্র ৪০ ভারতীয় রুপি ( প্রায় ৮৫ সেন্ট) দিয়ে। | In più le persone possono sponsorizzare le piante di Neem o Ashoka per 40 Rupie (circa 50 centesimi di euro) per alberello. |
14 | অংশগ্রহণের জন্য একাধিক চারা লাগাতে হবে জনপ্রতি, অন্তত দুই বছরের জন্য তার দেখাশোনা করতে হবে আর তার বাড়ার খবর সম্পর্কে জানাতে হবে। | Per partecipare occorre piantarne un paio, coltivarli per almeno due anni e aggiornare riguardo la loro crescita. |
15 | চারাগুলো বিতরণের জন্যে তৈরি। ছবি বোম্বে লিভস এর সৌজন্যে | Gli alberelli sono pronti da distribuire, immagine ripresa da Bombay Lives. |
16 | আর এখানে রয়েছে অনলাইন প্রযুক্তির প্রয়োগ। | E da qui si passa alla parte online. |
17 | দ্যা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে প্রকল্পটি চাচ্ছে যে গাছের মালিকরা অনলাইন প্রযুক্তি ব্যবহার করুক আর তারা নাগরিক ও অনলাইন সামাজিক মিডিয়া টুলস যেমন টুইটার, ব্লগ, ফ্লিকার আর ইউটিউব ব্যবহার করে এই চারাগুলোর ছবি আর ভিডিও অনলাইনে তুলে দিয়ে এদের বেড়ে ওঠা সম্পর্কে সবাইকে জানাবেন। | The Times of India spiega [in] che il progetto preferisce persone che abbiano un profilo online e utilizzino strumenti di social media come Twitter, blog, Flickr e YouTube, dove pubblicheranno aggiornamenti, foto e video sulla crescita delle piante. |
18 | এই প্রকল্পটি বিপুল প্রচার পায় ব্লগের মাধ্যমে (বোম্বে লিভস, মায়াভি ওয়ার্লড) আর অন্যান্য সামাজিক মিডিয়া টুলস যেমন ফেসবুক ব্যবহার করে। | La campagna è stata molto pubblicizzata tramite blog (Bombay Lives [in], Mayavi World [in]) e siti di social media quali Facebook e vari rilanci di altri utenti su Twitter. |
19 | এই প্রকল্পের তথ্যগুলো অনেক ব্যবহারকারী টুইটার বার্তায় জানিয়েছেন: স্কাইন৩টি: চারা প্রকল্প আজকে ১১টার সময়ে শিবাজি পার্ক (দাদার) এ শুরু হচ্ছে। | skyn3t: Il #Sapling Project è oggi @ 11 vicino a Barista, Shivaji Park (Dadar) ulteriori informazioni su @ http://bit.ly/5P2ham. |
20 | আরো তথ্য আছে @ http://bit.ly/5P2ham আসুন একটি চারা লাগাই :)। | Venite a piantare un albero :) |
21 | গোপাল_বি: এটি একটি সবুজ সামাজিক উদ্যোগ আর ব্যবসায়িক দিক দিয়ে একেবারে অলাভজনক। | gopal_b: Qualcosa di verde, sociale ed imprenditoriale e assolutamente non profit. |
22 | মুম্বাই এর ছেলে মেয়েরা দেখ দ্যা স্যাপ্লিং প্রোজেক্ট। | Ragazzi e ragazze a mumbai. Il #sapling Project |
23 | আপনারা এই টুইটার ঠিকানায় আরো তথ্য পাবেন @ranjit_walunj (@রঞ্জিত_ওয়ালুঞ্জ), @bombaylives (@বোম্বেলিভস) আর টুইটারে হ্যাশট্যাগ #sapling (#স্যাপ্লিং) দিয়ে খুঁজেও। | Per maggiori informazioni si vedano gli utenti di Twitter - @ranjit_walunj, @bombaylives - e cercando con l'hashtag #sapling su Twitter. |
24 | চারার ঐক্য, ছবি বোম্বে লিভস এর সৌজন্যে | Sapling Unity, immagine ripresa da Bombay Lives |
25 | প্রথম চারা বিতরণ উদ্যোগ অনুষ্ঠিত হয় গত ১৯ ডিসেম্বর, শনিবার মুম্বাই এর শিভাজি পার্কে। | La prima distribuzione del Sapling Project è avvenuta sabato 19 dicembre al Shivaji Park a Mumbai. |
26 | ডিনএ ইন্ডিয়া জানিয়েছে যে অনলাইনে প্রায় ২০০ লোক এই প্রচারণায় নিবন্ধন করেছে আর শনিবার ৬০ জনের বেশী স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। | DNA India riporta [in] che oltre 200 persone si sono unite al movimento online e sabato si sono presentati oltre 60 volontari. |
27 | মুম্বাই মেটব্লগে সতিশ বিজয়কুমার ছবিসহ রিপোর্ট করেছেন: | Satish Vijaykumar scrive quanto segue [in] su Mumbai Metblogs e pubblica anche delle immagini: |
28 | আমরা সবাই প্রায় ১২০টা চারা বিতরণ করেছি ( নীম, অশোক, ভেষজ লতা) যেসব বন্ধুবান্ধবীরা এসেছে তাদের মধ্যে। এ ছাড়াও দিয়েছি কিছু শিভাজি পার্কের হাউজিং সোসাইটিতে আর সাধারণ মানুষকে। | Abbiamo distribuito circa 120 alberelli (Neem, Ashoka, rampicanti) agli amici che avevano firmato, ai residenti di Shivaji Park e al pubblico in generale. |
29 | আমরা স্কাউটস প্যাভিলিয়নেও কিছু চারা লাগিয়েছি। | Ne abbiamo anche piantato alcuni allo Scouts Pavilion. |
30 | অনলাইন আর অফলাইনে যারা টুইট, রিটুইট, আর ব্লগ করেছেন এই প্রকল্প সম্পর্কে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর বিশেষ করে যারা ফেসবুকে অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন আর এই ব্যাপারে উপস্থিত থেকে প্রকল্পের স্বেচ্ছাসেবী হয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। | Vogliamo ringraziare tutte le persone sia Online che Offline che ne hanno parlato su Twitter e sui blog, hanno invitato altri su Facebook e si sono presentati per sostenere la causa e si sono offerti volontari per il Sapling Project. |
31 | চারা বোনা হচ্ছে, ছবি বোম্বে লিভস এর সৌজন্যে | Netizen che piantano alberelli, immagine ripresa da Bombay Lives |
32 | প্রকল্পের ফ্লিকার পাতায় আরো ছবি পাওয়া যাবে। | Altre immagini sono disponibili sulla pagina Flickr del progetto [in]. |
33 | যারা অংশগ্রহণ করেছিলেন তাদের টুইটারে কিছু প্রতিক্রিয়া: | Ecco alcune reazioni diffuse su Twitter dai presenti: |
34 | অন্তর্যামী: চারা প্রকল্পে বেশ মজা হচ্ছে। | AntarYaami: Mi sono divertito @ #sapling project. |
35 | নিম চাষের ব্যাপারে শিখছি। | Mi hanno insegnato come coltivare i neem. |
36 | স্কাইন৩টি: চারা প্রকল্প থেকে বাসায় ফিরেছি, দাদারে কিছু চারা লাগালাম, পরিবেশ বাঁচাতে বাড়ির জন্যে দুটো নিমের চারা এনেছি। | skyn3t: sono tornato dal #sapling project, ho piantato alcuni alberelli @ dadar, e ho portato a casa due alberelli neem per salvare l'ambiente :) |
37 | রাহুলকুল: @বোম্বেলিভস @রঞ্জিত_ওয়ালুঞ্জ আমি চারাগুলো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে লাগিয়েছি!! গর্ব হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ…#চারা | rahulcool: @bombaylives @ranjeet_walunj Ho piantato gli alberelli appena sono arrivato a casa!! mi sento molto orgoglioso, un'iniziativa davvero bella…#sapling |
38 | চারা পরিবহণ হচ্ছে, ছবি বোম্বে লিভস এর সৌজন্যে | Trasporto degli alberelli, immagine ripresa da Bombay Lives |
39 | সতিশ বলেছেন: | Satish conclude: |
40 | আজকে কেবল শুরু হল, আমরা এই উদ্যোগ আরো এগিয়ে নিয়ে যাবো মুম্বাইয়ের বিভিন্ন যায়গায় আর অন্যান্য শহরে নিয়মিতভাবে চারা বিতরণ করে। | Oggi è stato solo l'inizio, porteremo avanti il movimento e continueremo con le distribuzioni regolari a Bombay e altre città. |
41 | এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ২০১০ সালের মধ্যে ১০,০০০ চারা রোপন। | L'obiettivo del progetto è piantare 10.000 alberelli entro la fine del 2010. |