# | ben | ita |
---|
1 | আর্জেন্টিনা: পাতাগোনিয়া থেকে ওয়েলশ ব্লগিং | Argentina: il gallese vive anche in Patagonia |
2 | এই পোস্টটি হাচিও ইয়াইথের সহযোগিতায় গ্লোবাল ভয়েসের একটি বিশেষ সিরিজ ওয়েলশ ভাষা এবং ডিজিটাল মিডিয়ার অংশ। | L'Argentina fu interessata da vasti flussi migratori tra il ‘700 e l'800, tra cui gruppi di immigrati gallesi che si stanziarono principalmente nella regione della Patagonia [it]. |
3 | আর্জেন্টিনা গত সতের শতকের শেষ দিক থেকে আঠারো শতক চলাকালীন সময়ে অভিবাসীদের বৃহৎ প্রবাহ গ্রহণ করেছে, যার একটি অংশ ওয়েলস থেকে আসা এবং যাদের বেশীর ভাগই আর্জেন্টেনীয় পাতাগোনিয়ায় স্থায়ী হয়েছে। | Oggi, i nativi del Galles e i loro discendenti residenti in Argentina mantengono vive la lingua e la cultura del loro Paese d'origine attraverso blog e social networks. Nel 2015 si celebrerà il 150° anniversario della fondazione della colonia gallese in Patagonia. |
4 | ২০১৫ সালে পাতাগোনিয়ায় ওয়েলশ কলোনি স্থাপনের ১৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। | La Società Argentino-Gallese [es] ri-narra la storia della colonia e spiega come gli immigrati gallesi si stabilirono in Argentina: |
5 | | La colonia gallese della Patagonia fu fondata nel 1865, quando oltre 150 persone provenienti da varie parti del Galles si imbarcarono sul piroscafo Mimosa alla volta della Chubut Valley, nell'Argentina meridionale. |
6 | | Durante i cinquant'anni successivi all'immigrazione dei gallesi vennero gettate le basi per quelle che oggi sono le città di Puerto Madryn a Bahía Nueva, Rawson, Gaiman, Trelew e Dolavon nella Chubut Valley e Trevelin a Valle Hermoso (Cwm Hyfryd) nelle Ande. |
7 | আর্জেন্টেনীয় ওয়েলশ অ্যাসোসিয়েশন [স্প্যানিশ] এই কলোনির ইতিহাস এবং কীভাবে ওয়েলশ অভিবাসীরা আর্জেন্টেনিয়ায় স্থায়ী হল তা পুনরায় বলছেঃ | Inoltre, molti discendenti del primo nucleo di immigrati vivono a Esquel, ai piedi delle Ande, a Comodoro Rivadavia, principale centro del distretto, a Colonia Sarmiento e in altre parti del Paese. |
8 | ইসকুয়েলের ট্রেন ষ্টেশন- ছবিঃ লরা স্নাইডার | Stazione ferroviaria a Esquel. Foto: Laura Schneider |
9 | ভাষা ও শিক্ষা সংক্রান্ত সাইটটি লিখেছে [স্পানিশ]: | Per quanto riguarda la lingua e l'istruzione, si legge sul sito dell'associazionee [es]: |
10 | সম্প্রতি ট্রিলিউয়ে একটি ওয়েলশ-স্প্যানিশ দ্বিভাষী স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং গাইমান ও ইসকুয়েলে ওয়েলশ নার্সারি স্কুল রয়েছে। | Di recente, è stata aperta una scuola bilingue gallese-spagnolo a Trelew, e inoltre, a Gaiman e a Esquel, esistono degli asili in cui si parla gallese. |
11 | প্রতি অক্টোবরে অনুষ্ঠিত চুবুতের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক উত্সব ইস্টেডফোড এবং প্রতি সেপ্টেম্বরে অনুষ্ঠিত তরুণদের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক উত্সব ইস্টেডফোড ইর ইফান্ক অন্য সময়ের তুলনায় শক্তিশালী। | Ogni anno, nei mesi di settembre e ottobre si tengono l'Eisteddfod di Chubut, un festival culturale tradizionale, e l'Eisteddfod yr Ifanc, un festival dello stesso tipo ma dedicato ai giovani. Entrambi gli eventi sono molto popolari. |
12 | এছাড়াও ছোট উৎসবগুলোও (ইস্টেডফোড ইলাই) চুবুত ভ্যালী, পুয়ের্তো মাদ্রিন এবং আন্দেসে অনুষ্ঠিত হয়। | Altri festival minori (eisteddfodau llai) vengono organizzati nella Chubut Valley, Puerto Madryn e nelle Ande. |
13 | পাতাগোনিয়া থেকে ওয়েলশ ব্লগিং | Il fenomeno dei blog in lingua gallese in Argentina |
14 | ওয়েলস থেকে আগত লুইস ডেফিড [সি ওয়াই], বর্তমানে আর্জেন্টিনার ওয়েলশে শিক্ষকতা করছেন। | Lois Dafydd [cy, come i link successivi eccetto dove diversamente indicato], insegna gallese in Argentina. |
15 | লুইস তার একটি ব্যক্তিগত ব্লগে ওয়েলশ সম্প্রদায় সম্পর্কে তার অভিজ্ঞতা এবং কর্মকাণ্ড সম্পর্কে লিখেছেন। | Nel suo blog personale [cy], Lois racconta le sue esperienze e descrive le attività della comunità gallese. |
16 | উদাহরণস্বরূপ, তার সর্বশেষ পোস্টটির শিরোনাম ছিল “অ্যান্নিবাইনিয়াথ, বুড্ডুগোলিয়াথ, সিনজারড এ চিমানফা…” [ সি ওয়াই ] (“স্বাধীনতা, বিজয় এবং একটি সঙ্গীত উৎসব”)। | Il post più recente, ad esempio, è intitolato “Annibyniaeth, Buddugoliaeth, Cyngerdd a Chymanfa…” (“Independenza, vittoria e festival delle canzoni”). |
17 | এছাড়াও লুইস পোস্টটিতে “পাতাগোনিয়ায় জন্ম সপ্তাহ” সম্পর্কে লিখেছেন, “পেনিউথনস পেন ব্লুউড পাতাগোনিয়াড “ [সি ওয়াই]. | Lois scrive anche del weekend del suo compleanno nel post “Penwythnos Pen Blwydd Patagonaidd“. |
18 | এছাড়াও ওয়েলশে এলবানিসের ব্লগ আছে, যেখানে পাতাগোনিয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়েছে। | Anche Ellbaines scrive in gallese sul suo blog, nel quale parla della sua esperienza in Patagonia. |
19 | এলবানিসও আর্জেন্টাইন পাতাগোনিয়ার ওয়েলশে শিক্ষকতা করছেন। | Come Lois, anche Ellbaines insegna gallese. |
20 | ফেইসবুকে “গ্যালেসেস এন আর্জেন্টিনা”[স্প্যানিশ] (আর্জেন্টিনায় ওয়েলশের জনগণ) এবং “গ্যালেসেস পর ১৫০ আনোস” [স্প্যানিশ] (ওয়েলশের জনগণের ১৫০ বছর) এর মতো স্প্যানিশ ভাষায় ওয়েলশ সম্প্রদায়ের বিভিন্ন দল আছে। শেষের দলটি আর্জেন্টিনায় ওয়েলশ সম্প্রদায়ের ১৫০ বছর পূর্তির উদযাপনের বিষয়টি উল্লেখ করছে। | Su Facebook, esistono diversi gruppi in spagnolo dedicati alla comunità gallese, come ad esempio “Galeses en Argentina” [es] (“Gallesi in Argentina”) e “Galeses por 150 años” [es] (“Gallesi da 150 anni”), quest'ultimo riguardante le celebrazioni in occasione dei 150 anni della comunità gallese in Argentina. |
21 | যাহোক, মেণ্টের পাতাগোনিয়া [সি ওয়াই] নামের একটি সংগঠন আছে, যারা আর্জেন্টেনীয় ওয়েলশ সম্প্রদায়ে এবং পাতাগোনিয়ায় ওয়েলশ ভাষার প্রচারণা চালাচ্ছে। | Eppure, l'associazione Menter Patagonia, che si occupa della promozione del linguaggio gallese in Argentina e in Patagonia, ha un gruppo nella stessa lingua su Facebook. |
22 | তাদের একটি ফেইসবুক দল [সি ওয়াই] আছে, যেখানে তারা ওয়েলশ ভাষায় লিখে। | Anche il loro profilo Twitter @MenterPatagonia viene regolarmente aggiornato. |
23 | তারা তাদের @মেণ্টের পাতাগোনিয়া [সি ওয়াই] নামের টুইটার একাঊণ্টও হাল নাগাদ করে। তাদের সাম্প্রতিকতম টুইটগুলোর একটি বন্ধু দিবসের উল্লেখ করছে যেটি আর্জেন্টিনায় প্রতি ২০ শে জুলাই পালিত হয়ঃ | Uno dei tweet più recenti è stato scritto in occasione della Giornata dell'Amicizia, che in Argentina viene festeggiata ogni 20 di luglio: |
24 | @মেন্টারপাতাগোনিয়া: প্রিয় বন্ধু দিবস! | @MenterPatagonia: Diwrnod y Ffrind Llawen! |
25 | সবশেষে, ভ্যারিয়েট [স্প্যানিশ] ব্লগ একটি ভিডিও দেখাচ্ছে, কিভাবে ওয়েলশের উত্তরপুরুষরা আর্জেন্টেনিয়ায় তাদের প্রথম অভিবাসী হিসেবে আসার বার্ষিকী উদযাপন করছে. | Buona giornata dell'amicizia! Infine, un video pubblicato sul blog Variete [es] mostra come i discendenti dei primi immigrati gallesi celebrano l'anniversario dell'arrivo in Argentina di questi ultimi. |