# | ben | ita |
---|
1 | স্লোভেনিয়া: ভলকানের নতুন পুরাতন অপরূপ সৌন্দর্যের পর্যটন ক্ষেত্র | Slovenia: alla scoperta della perla turistica dei Balcani |
2 | অনেক আকর্ষণীয় অবকাশ বৈশিষ্ট্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে স্লোভেনিয়া আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপের নাগরিকদের জন্য। | La Slovenia [it], caratterizzata da molti aspetti che la rendono una meta ideale per le vacanze, sta diventando negli ultimi anni una destinazione turistica sempre più popolare, in particolare per i turisti europei. |
3 | স্বাস্থ্য পর্যটন বিকাশে স্লোভেনিয়ার ধারণা উদীয়মান সাফল্য পেয়েছে। এই ছোট দেশটিতে এখন বেশ কিছু প্রাকৃতিক খনিজ জলের উৎস এবং স্বাস্থ্য রিসোর্ট রয়েছে। | L'idea di focalizzarsi sullo sviluppo di un tipo di turismo incentrato sul benessere si è rivelato un enorme successo: questo piccolo Paese conta attualmente dozzine di centri benessere e terme naturali. |
4 | অবস্থান ও জলবায়ুগত ভৌগলিক সুবিধা ব্যবহার করে স্লোভেনিয়া এর উন্নয়ন পরিকল্পনায় “স্বাস্থ্য প্রকৃতির মাধ্যমে” ট্যাগলাইনের অধীনে ১৫ টি আধুনিক স্বাস্থ্য রিসোর্ট তৈরী করেছে। | Sfruttando le condizioni favorevoli di cui gode, sia a livello climatico che di posizione geografica, il piano di sviluppo della Slovenia ha realizzato 15 tra i più moderni centri benessere, caratterizzati dallo slogan “Il benessere attraverso la natura”. |
5 | এই স্পা পর্যটন প্রচারাভিযান স্লোভেনিয়ায় ক্রমবর্ধমান পর্যটক এনে দিয়েছে, যারা সবুজ ভূমধ্য উপকূল পছন্দ করে। | Questa campagna, incentrata sul turismo termale, è riuscita a portare in Slovenia [it] un numero sempre crescente di visitatori, appassionati della verde costa mediterranea. |
6 | স্লোভানিয়ার একটি মানুশ্য-প্রাকৃতিক বিস্ময়- স্কসজান গুহা; ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | Skocjan Caves, una delle meraviglie naturali slovene; utilizzata sotto licenza Creative Commons. |
7 | স্লোভেনিয়ান তটরেখা মাত্র ৪৬. ৬ কিলোমিটার দীর্ঘ, যেখানে পিরান, ইজিলা এবং কোপার উপকূলীয় শহরগুলি তাদের আসল মধ্যযুগীয় কাঠামো এবং অনুভব দ্বারা পর্যটকদের আকর্ষণ করে। | Il litorale sloveno si estende solamente per 46,6 km, ma l'atmosfera e le strutture tipicamente medievali delle città di Piran, Izila e Kopar, situate sulla costa, riescono ad attrarre molti turisti. |
8 | এই গ্রীষ্মে সামাজিক মিডিয়া সাইটগুলো ইউরোপ এবং বাকী বিশ্ব থেকে আসা ব্যবহারকারীদের স্লোভেনিয়ায় তাদের অবকাশের সময় উষ্ণ সম্ভাষণের সাথে লোড হয়, যাদের অধিকাংশ দেশটির প্রাকৃতিক বিস্ময়ের দ্বারা প্রভাবিত বলে মনে হয়। | Attraverso i social network, turisti provenienti da tutta l'Europa e da tutto il mondo inviano saluti che documentano la loro estate in Slovenia, e ciò che sembra averli particolarmente colpiti sono le meraviglie naturali del Paese. |
9 | গুহা অনুসন্ধানে উত্সাহীদের জন্য একটি ফেসবুক পাতা এক পর্যটকের তোলা আশ্চর্যজনক স্কসজান গুহার ছবি শেয়ার করেছে। | Una pagina Facebook per appassionati di speleologia condivide foto dei turisti dalle sorprendenti Grotte Skocjan [en, come tutti i link seguenti]. |
10 | স্লোভেনিয়ায় গ্রীষ্ম নিবেদিত আরেকটি ফেসবুক পাতা, ব্যবহারকারীদের রাফটিং এর মতো গ্রীষ্মকালীন ক্রিয়াকলাপের ছবি শেয়ার করেছে। | Un'altra pagina, dedicata alle vacanze estive in Slovenia, ci mostra le varie attività stagionali, tra cui il rafting. |
11 | সোঁকা ভ্যালিতে কায়াকিং পাঠ; ছবিঃ সোঁকা রাফটিং, অনুমতিক্রমে ব্যবহৃত | Lezioni di kayak nella Soča Valley; foto di Soča Rafting, utilizzata su concessione. |
12 | সোঁকা ভ্যালি অনেক কার্যক্রম এবং দুঃসাহসিক অভিযান আহবান করে; ছবিঃ সোঁকা রাফতিং, অনুমতি নিয়ে ব্যবহৃত | La Soča Valley, luogo di numerose attività e avventure; foto di Soča Rafting, utilizzata su concessione. |
13 | সবচেয়ে জনপ্রিয় গন্তব্য তবে, রক্ত পাতের শহর বলে মনে করা হয়: | La città di Bled sembra essere la destinazione più popolare: |
14 | লন্ডনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আলাস্টেইর মাভোর রক্তপাতের এই বিষয়ে বলেছেন: | Alastair Mavor studia storia alla Nottingham University e viene da Londra. Scrive riferendosi a Bled: |
15 | ব্লেড হ্রদ - প্রশংসনীয় অপরাজেয়! | Il lago di Bled - davvero insuperabile! |
16 | #স্লোভেনিয়া #ইন্টারেইল | #slovenia #interail |
17 | আরেকজন টুইটার ব্যবহারকারী, মিডিয়া পেশাদারী এবং স্লোভেনিয়ার স্থানীয় বক্তা, @লেঞ্জাএফপাপ বলেছেন: | Un altro utente Twitter, @LenjaFPapp, professionista nel settore dei media e madrelingua slovena, scrive: |
18 | আপনার রবিবারের শেষ ঐন্দ্রজালিক উপায়! | Come concludere la domenica in modo magico! |
19 | অস্ট্রিয়ার পরিদর্শক @স্টেফদো_ ব্লেড হ্রদের এই চিত্রানুগ ছবি পোস্ট করেছেন: | #MassaggioNellaNatura #sLOVEnia @StephDo_, visitatore proveniente dall'Austria, ha pubblicato una foto pittoresca del lago di Bled: |
20 | #ব্লেডে একটি সুন্দর দিন #গ্রীষ্ম২০১৩ #স্লোভেনিয়া #নীল #হ্রদ #বিস্ময়কর | una bella giornata a #bled #slovenia #blu #lago #meraviglioso #estate2013 |
21 | স্লোভেনিয়ান হ্রদগুলো এখনও দর্শকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, কিন্তু সম্ভবত স্লোভেনিয়া অন্যান্য ক্ষেত্রগুলোতে পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবিসি নিউজ দেশটিকে অবকাশ যাপনের ক্ষেত্রে ইউরোপের প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছে। | I laghi della Slovenia attirano ancora la maggior parte dei visitatori, ma questo Paese sembra essere intenzionato a voler spostare l'attenzione su altri luoghi e attività che il paesa ha da offrire, ciò che la ABC News definisce come vacanze nel cuore dell'Europa [en]. |