Sentence alignment for gv-ben-20090701-3953.xml (html) - gv-ita-20090617-5620.xml (html)

#benita
1আমেরিকা, সিঙ্গাপুর: ক্রেডিট কার্ডে বিয়ের পাত্রী কেনা আমেরিকার চেঞ্জ.USA, Singapore: comprare la sposa con una carta di credito?
2অর্গের আমান্ডা ক্লোয়ের এর হিউম্যান ট্রাফিকিং ব্লগ (মানব পাচারকারী বিষয়ক ব্লগ) শুক্রবার এক বিজয় ঘোষণা করে।
3এই সাফল্য এসেছে তাদের এক প্রচারণার মাধ্যমে।
4ক্রেডিট কার্ড কোম্পানী ডাইনার্স ক্লাব ইন্টান্যাশনাল এমন এক কোম্পানীর সাথে ব্যবসা করা বন্ধ করেছে যারা ভিয়েতনামী পাত্রী সরবরাহ করে। পাত্রী সরবরাহের এই পদ্ধতির নাম মেইল অর্ডার ব্রাইড যেখানে বিভিন্ন দেশের পাত্ররা, পাত্রী পাবার জন্য ওই সমস্ত দেশের এজেন্সিকে (ক্রেডিট কার্ডের মাধ্যমে) টাকা প্রদান করে।Venerdì scorso il blog Human Trafficking [in], curato negli Stati Uniti da Amanda Kloer su Change.org [in] ha proclamato la vittoria [in] della sua campagna per far bloccare l'attività della multinazionale di carte di credito Diners Club [in] rispetto a un'azienda di Singapore che vende donne vietnamite come mogli su ordinazione postale.
5৮০০-এর বেশী লোক এক দরখাস্তে (পিটিশন) সই করেছে, যেখানে বলা হয়েছে যেন ডাইনার্স ক্লাব যেন বিয়ের জন্য পাত্রী কেনাতে সহায়তা করা বন্ধ করে।Oltre 800 persone hanno firmato una petizione per chiedere alla Diners Club di smettere di facilitare l'acquisto di donne al fine di combinare questi matrimoni.
6অনলাইনের দরখাস্ত (পিটিশন) বলছে:Nella petizione online si legge:
7মানব জাতি পাচার বা বিক্রির জন্য নয়, এবং তারা অবশ্যই কোন টাকা আদান প্রদানের পরিকল্পনার অংশ হতে পারে না।Gli esseri umani non dovrebbero essere venduti o comprati, e senza dubbio non dovrebbero rientrare in piani di pagamento personalizzati o in offerte speciali.
8নারী “ব্লু লাইট স্পেশাল” (কে মার্ট নামক সুপারশপ তার পণ্য বিক্রির জন্য বিশেষ এলাকার নাম দিয়েছিল ব্লু লাইট স্পেশাল) অথবা বিক্রির জন্য রাখা কোন উপাদান নয়।L'ordinazione di mogli per posta portano facilmente non solo al commercio di esseri umani [in], ma anche a violenza, abusi, stupri e sfruttamento a livello familiare [in].
9মেইল অর্ডার ব্রাইড (অন্য দেশ থেকে টাকা দিয়ে কেনা পাত্রী) কেবল মানব পাচার করার ক্ষেত্রেই অত্যন্ত নাজুক বিষয় নয়, এর ফলে মেয়েরা গৃহ নির্যাতন, অপব্যবহার, ধর্ষণ, এবং শোষনের শিকার হয়।
10কোন মানুষকে টাকা দিয়ে কেনার জন্য পরিকল্পনা করা নৈতিক এবং দার্শনিকভাবে বিপদজনক। মেইল অর্ডার ব্রাইড দেশের একটা পাত্রী পাবার অর্থনৈতিক বাধাকে দুর্বল করে দেয়।Mentre i piani di pagamento personalizzati per l'acquisto di esseri umani è qualcosa di disgustoso sia dal punto di vista etico che filosofico, riducono tuttavia anche gli ostacoli all'acquisto di una moglie.
11এই বাধা অপসারন করার ফলে পাচারকারীরা আগের চেয়ে কম টাকায় পাত্রী কেনার সুযোগ পাবে যা তারা এর আগে অনেক বেশী টাকায় কিনতো।La rimozione di tali ostacoli permette ai trafficanti di acquistare donne con un capitale inferiore a quello necessario prima.
12এটা একটা নতুন সামাজিক- অর্থনৈতিক অপরাধী গোষ্ঠীর জন্য দরজা খুলে দেবে যাতে তারা সহজে মেয়েদের কিনতে পারে এবং তাদের শোষন করতে পারে।Ciò apre le porte anche a una nuova classe socio-economica di criminali interessati ad acquistare e sfruttare le donne.
13বিয়ের জন্য পাত্রী কেনা সিঙ্গাপুরে বৈধ নয়, বিশ্বের কোথাও তা বৈধ নয়।L'ordinazione di mogli per posta non è illegale a Singapore, come in tante altre parti del mondo.
14এই মাসে সিঙ্গাপুরে ইলেকট্রিক নিউ পেপারে ভিয়েতনাম ব্রাইড ইন্টারন্যাশনাল নামের এক পাত্রী সরবরাহ প্রতিষ্ঠান সমন্ধে এক ধারাবাহিক নিবন্ধ প্রকাশিত হয়।
15এর মধ্যে দুটি বিষয় উঠে আসে যার একটি ছিল এই কোম্পানি কর্তৃক ডাইনার্স ক্লাবে মাসে ১৬৭ ডলার প্রদান এবং আরেকটি ছিল পাত্রীর উৎসস্থল বিবেচনা করে মুল্য নির্ধারনের পরিমান কমিয়ে আনা। সাংবাদিক ক্রিষ্টাল চ্যান সিঙ্গাপুরের ডিনার ক্লাবের বাজার বিপনন মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেন (সেলস এন্ড মার্কেটিং)।Questo mese, il The Electric New Paper di Singapore ha pubblicato una serie di articoli [in] sull'organizzazione Vietnam Brides International, di cui uno tratta di un'azienda che offre piani di pagamento da 167 dollari al mese pagabili con Diners Club e su tariffe a scalare [in] basata sull'origine delle mogli.
16তিনি বলেন, আমাদের ব্যবসায়ী অংশীদারদের নৈতিকতা বিচার করি না, আমাদের জন্য ব্যবসাটি বৈধ হওয়া গুরুত্বপুর্ণ। এই দরখাস্তের পর, ক্রেডিট কার্ড কোম্পানী তার সুর পাল্টে ফেলছে এবং চেঞ্জ.Il giornalista Crystal Chan ha inoltre parlato con l'assistente del direttore generale (di vendita e marketing) di Diners Club a Singapore, il quale ha dichiarato “Nodiamo nessun giudizio morale sulle attività commerciali dei nostri partner.
17অর্গের কাছে নিম্নলিখিত চিঠি পাঠিয়েছে।Per noi, è più importante sapere se l'attività è legale.”
18“ডিসকভার ফিনান্সনিয়াল সার্ভিসের একটি অংশ ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ একজন ফ্রান্চাইজির সাথে আমাদের অংশীদ্বারিত্বের বিষয়টি তুলে ধরার জন্য।Dopo il lancio della petizione, l'azienda di carte di credito ha cambiato musica e ha scritto quanto segue in una lettera indirizzata a Change.org:
19এখন তাদের [ভিয়েতনাম ব্রাইডস ইন্টারন্যাশানালের] সাথে সর্ম্পকচ্ছেদ-এর জন্য সাধারণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।“A nome della Diners Club International, che fa parte di Discover Financial Services, apprezziamo di aver portato alla nostra attenzione questa relazione specifica con uno degli affiliati della Diners.
20চেঞ্জ. অর্গের আমান্দা ক্লোয়ের উপসংহার টেনেছেন:Passi formali sono state avviati per chiudere le relazioni [con Vietnam Brides International].”
21এটি একটা শক্তিশালী বিবৃতি এবং এটি বলছে সকলে মিলে এক বিশাল পরিবর্তন তৈরি করা হয়েছে।Amanda Kloer conclude su Change.org :
22আপনাদের দরখাস্ত ডাইনার্স ক্লাবকে তার অংশীদারীত্বের ব্যাপারে সচেতন করেছে।Questo comunicato è significativo, e dice che avete raggiunto l'obiettivo.
23তাদের অন্যতম ফ্রান্চাইজি যারা মেইল অর্ডার ব্রাইড (পাত্রীর ছবি দেখিয়ে বিয়ের জন্য পাত্রী) সরবরাহ করত - এই অংশীদারদের ব্যাপারে তারা সচেতন হয়েছে।Le vostre lettere hanno chiarito a Diners Club il tipo di attività perseguita da uno dei suoi affiliati con il servizio di mogli su ordinazione postale [in].
24আপনারা মেয়ে পাচার এবং তাদের বাজে কাজে ব্যবহার যা মেইল অর্ডার পাত্রীর মাধ্যমে যা ঘটত তা বন্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপুর্ন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করেছেন।Avete contribuito a mantenere un'importante protezione finanziaria per donne che rischiavano di subire traffico umano e l'abuso dei matrimoni via posta.
25আপনারা যে একটা আর্ন্তজাতিক কোম্পানী মেয়েদের বস্তুর মতো ব্যবহার করে বা তাদের পিছনে অর্থ বিনিয়োগ করে সেই এই বিষয়টি মেনে নিতে অস্বীকার করেছেন।Avete rifiutato di accettare che una multinazionale possa trattare e partecipare allo smercio di donne come fossero degli oggetti.
26এটা সেই সমস্ত দুর্লভ গুরুত্বপুর্ন মুহুর্তের অন্যতম যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাজের কারনে কি ধরনের গুরুত্বপুর্ণ পরিবর্তন এসেছে এবং আপনি পৃথিবীতে কি ধরনের পরিবর্তন এনেছেন।Questo è uno di quei rari momenti in cui si toccano con mano gli importanti cambiamenti dell'attivismo collettivo, e l'impatto che si può ottenere.
27বিষয়টি ডাইনার্স ক্লাবের প্রতি মনোযোগ আকর্ষন করানোর জন্য অপানাকে ধন্যবাদ।Grazie per aver portato il problema all'attenzione di Diners Club.
28এবং ডাইনার্স ক্লাব আপনাকেও ধন্যবাদ এই গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেবার জন্য, মহিলা এবং কিশোরীদের নির্যাতনের হাত থেক রক্ষার জন্য, নিরপত্তা প্রদানের জন্য।E grazie a Diners Club International per aver preso l'importante decisione di proteggere donne e ragazze dallo sfruttamento.
29আমরা যে পরিবর্তন দেখতে চাই একসাথে আমরা তা করে দেখাতে পারি।Insieme rappresentiamo il cambiamento che vogliamo realizzare.
30গত এপ্রিল মাসে গ্লোবাল ভয়েসেসে একটি পোস্ট প্রকাশিত হয় যা সিঙ্গাপুরের আলভিনোলজি লিখেছিলেন ভিয়েতনামের মেল অর্ডার ব্রাইড নিয়ে টিভি চ্যানেল আল জাজিরার একটি তথ্যচিত্র সমন্ধে।In Aprile, Global Voices ha segnalato un post [in] di Alvinology [in] da Singapore riguardo un servizio di Al Jazeera sull'ordinazione per posta di mogli vietnamite.
31এই ডকুমেন্টারিটি ভিয়েতনামের দুটি মেয়ের গল্প বলছিল যারা সিঙ্গাপুরে নতুন জীবনের সন্ধানে এসেছিল।Il reportage tratta di due ragazze arrivate a Singapore alla ricerca di una nuova vita.
32আলভিনোলজি বিস্মিত কেন মানুষ বিদেশী পাত্রী খোঁজে, যেখানে সিঙ্গাপুরেই পুরুষ এবং নারী রয়েছে।Alvinology si chiede perchè gli uomini debbano ricorrere a spose straniere quando ci sono già tanti uomini e donne a Singapore.
33তিনি লিখছেন:Scrive:
34ভিডিওতে দেখা যাচ্ছে, ১০,০০০ সিঙ্গাপুরী ডলার মুল্যে এলাকাতে সেই মুহুর্তে একেবারে ঘটনাস্থলেই পাত্রী কেনা যাবে।Nel video spiega che una sposa vietnamita si può “comprare” all'istante per soli 10.000 dollari.
35ডানে যে মেয়েটি সে সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। তাকে ৩৫ বছর বয়স্ক এক সিঙ্গাপুরী পাত্রের কাছে বিক্রি মানে বিয়ে দেওয়া হয়।La ragazza sulla sinistra aveva soltanto 18 anni quando venne venduta a un uomo di 35 anni di Singapore, recatosi insieme alla madre all'agenzia matrimoniale per scegliere la sposa.
36ভদ্রলোক তার মায়ের সাথে এক ঘটকালি প্রতিষ্ঠানে সাথে গিয়েছিল, যাতে তারা উভয়েই একসাথে পাত্রী পছন্দ করতে পারে।Fatto ancora più umiliante, le ragazze dovevano farsi visitare presso una clinica di Singapore per ottenere un certificato di verginità prima di poter essere messe in vendita.
37সবচেয়ে যেটা অপমানজনক, মেয়েটিকে একটি স্থানীয় ক্লিনিকে হাজির হতে হয় যাতে সে নিজেকে কুমারী বলে প্রমানপত্র নিতে পারে এবং বিক্রি হবার আগে তার কুমারীত্ব প্রমান করতে পারে।
38ভিয়েতনামী মেয়ে এবং সিঙ্গাপুরের পুরুষ উভয়ই এ ধরনের বিয়ে করতে যাচ্ছে যারা প্রাপ্তবয়স্ক ও স্বাধীন। আমি বিস্মিত এ ধরনের জুটি সত্যিকারে সুখী জীবন যাপন করতে পারে কিনা।Mentre sia le ragazze del Vietnam che gli uomini di Singapore coinvolti in tali rapporti matrimoniali sono adulti consenzienti, mi chiedo quante di queste coppie siano veramente felici.