Sentence alignment for gv-ben-20080705-1033.xml (html) - gv-ita-20080707-114.xml (html)

#benita
1ল্যাটিন আমেরিকা বেটানকোর্ট আর অন্যান্য বন্দীদের মুক্তি উদযাপন করছেL'America Latina celebra la liberazione della Betancourt e degli altri ostaggi
2সমগ্র ল্যাটিন আমেরিকা এলাকা কলম্বিয়ার লোকদের সাথে উদযাপন করেছে ভূতপূর্ব প্রেসিডেন্ট প্রার্থী ইংগ্রীড বেটানকোর্টসহ ১৪ জন বন্দীর মুক্তি সংবাদ।L'intera America Latina festeggia insieme alla Colombia la notizia della liberazione dell'ex candidato alla presidenza, Ingrid Betancourt e degli altri 14 ostaggi.
3সম্প্রতি ‘জাক' নামক অপারেশনে বেটানকোর্ট, ৩ জন আমেরিকান আর ১১ জন কলম্বিয়ার সেনাসহ মুক্তি পায়।L'operazione, denominata “Jaque,” ha portato alla liberazione della Betancourt, di 3 cittadini statunitensi e di 11 membri dell'esercito colombiano.
4সমগ্র ল্যাটিন আমেরিকার ব্লগাররা তাদের আনন্দ আর ব্যক্তিগত মতামতের কথা বলেছেন।I blogger di molti Paesi dell'America Latina hanno condiviso la gioia ed espresso riflessioni personali.
5ইকুয়েডোর - ক্রোনিকা সেরো [ম্প্যানিশ ভাষায়] বেটানকোর্ট যে এটি প্রতীকে পরিণত হয়েছেন সে সম্পর্কে লিখেছেন:Ecuador - Cronica Cero [SPA] parla della figura-simbolo della Betancourt:
6মুক্ত।LIBERA.
7বড় অক্ষরে লেখা এই সংবাদটি (…) বেটানকোর্ট একজন আন্তজার্তিক প্রতীক হয়ে গেছেন।Proprio così, a lettere maiuscole. (…) La Betancourt è ormai un'icona globale universale.
8সংবাদপত্র খুলে আমরা তার মুক্তির ব্যাপারটা জানতে পেরেছি, আমরা আমাদের কলম্বিয়ান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করছি, যারা সংঘাতের মুখোমুখি হওয়ার আগে শান্তির চেষ্টা করেছে।(…) Quando abbiamo aperto il giornale, e letto della sua liberazione, ci siamo sentiti vicini ai nostri fratelli colombiani, ed a tutti quelli che hanno cercato la pace, piuttosto che lo scontro.
9বেটানকোর্ট অপহরনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।La Betancourt è un simbolo della lotta contro i rapimenti.
10আজকে কলম্বিয়ানরা অন্যভাবে জেগে উঠছে।Oggi i colombiani si svegliano in un Paese diverso.
11আমার মনে হয় পৃথিবী যারা এই কাহিনীতে বিচলিত হয়েছিল তারাও তাই করছে।Credo che anche il mondo, dopo essersi confrontato con questa vicenda, dopo essersi commosso, sia un pò cambiato.
12বলিভিয়া- গুচিওস [ম্প্যানিশ ভাষায়] ব্লগের কারলোস গুস্তাভো মাচিকাদো সালাস মুক্তির পর বেটানকোর্টের বক্তব্যের ব্যাপারে মন্তব্য করেছেন:Bolivia - Carlos Gustavo Machicado Salas, di Guccio's [SPA] commenta su le parole pronunciate dalla Betancourt dopo il suo rilascio:
13আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ইংগ্রিডের ভালোবাসা আর ক্ষমা করার বার্তা। সে মৃত আর গেরিলাদের জন্য প্রার্থণা করেছে আর তার সাথে তাদের ক্ষমা করেছে।Per me, la cosa più importante è stato il messaggio di amore e perdono lanciato da Ingrid, le sue preghiere per i caduti e per i soldati della guerriglia, a cui ha esteso il suo perdono.
14যে কষ্ট তাকে সহ্য করতে হয়েছে তার পর মনে হতে পারে যে তার মনে শুধু ঘৃণা আর বিতৃষ্না থাকবে, কিন্তু তা না হয়ে সে একটা আধ্যাত্মিক শান্তি আর ইশ্বরের সাথে সংযোগ দেখিয়েছে।Dopo aver sopportato maltrattamenti e atrocità, si potrebbe pensare che covi solo odio e risentimento in fondo al cuore; invece, irradiava una pace spirituale ed un'incredibile vicinanza a Dio.
15এটা খুব সুন্দর একটা জিনিস যা আমাদের জীবন সম্পর্কে ভাবতে শেখাবে।Si trattava invero di qualcosa di meraviglioso, che dovrebbe farci pensare a al significato reale della vita.
16আরজেন্টিনা - মিসেলিনিয়াস, নন্সেন্সিকাল এন্ড আননেসেসারি র‌্যাম্বলিং [ম্প্যানিশ ভাষায়] ব্লগের মারিয়ান বি বেটানকোর্টের বাণী তুলে ধরেছেন:Argentina - Anche Marian B, di Miscellaneous, Nonsensical and Unnecessary Ramblings [es] sottolinea l'importanza del disocorso della Betancourt:
17বিমানবন্দরে তার ভাষণ আমি শুনছি আর কলম্বিয়ান্দের জন্য আমার হিংসা হচ্ছে যে তারা আবার তার মত এমন চমৎকার, অসাধারণ আর অবিশ্বাস্য রাজনীতিবিদের উপর নির্ভর করতে পারবে।Sono all'areoporto, sto ascoltando il suo discorso e mi trovo a invidiare i colombiani, che di nuovo possono contare su un politico come lei: eccellente, eccezionale, incredibile.
18কলম্বিয়ার জন্য লাভজনক হবে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে জিতে যান।La sua eventuale candidatura e vittoria alle elezioni presidenziali gioverebbe non poco alla Colombia.
19গুয়েতেমালা - প্রেন্সা নেগ্রা [ম্প্যানিশ ভাষায়] ব্লগ সন্তুষ্ট যে পার্শবর্তী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের এই উদ্ধারের ব্যাপারে খুব কম করার ছিল:In Guatemala, - Prensa Negra [SPA] si rallegra che il Presidente Hugo Chavez del vicino Venezuela, non abbia avuto nulla a che fare le operazioni di salvataggio. :
20বেটানকোর্টের উদ্ধার সাম্প্রতিক সময়ের মধ্যে ফার্ক এর অপহরণের মধ্যে সব থেকে বেশী বিতর্কিত।È stata liberata la Betancourt, mettendo fine senza dubbio al più controverso rapimento da parte delle FARC.
21আর সব থেকে ভালো হল যে এটা শাভেজ এর সাহায্য ছাড়া হয়েছে, কারন তার যদি এখানে কিছু করার থাকতো তাহলে আমাদের এই সংক্রান্ত অনেক বক্তৃতা শুনতে হতো!Ancora più importante, tutto è avvenuto senza il coinvolgimento di Chavez: lo sappiamo perchè, se avesse avuto qualcosa a che fare con le operazioni, di sicuro a quest'ora conosceremmo ogni dettaglio!
22পেরু - মেনোসস্কানাস ব্লগ [ম্প্যানিশ ভাষায়] লিখেছেন যে ফার্ক গেরিলা গ্রুপের জন্য এর মানে কি হতে পারে:Perù, - Menoscanas [SPA] cerca di capire cosa possa rappresentare per le FARC questa liberazione.
23ভূতপূর্ব বন্দীদের মুখের হাসি প্রমান করে যে এটা ফার্ক এর জন্য একটা বড় আঘাত যেহেতু সবাই এখন কলম্বিয়ার দিকে দৃষ্টি ফিরিয়েছে।I sorrisi dei liberati esprime al meglio quanto quest'operazione abbia danneggiato le FARC agli occhi del mondo.
24ইংগ্রিড বেটানকোর্টের ঘটনা সব থেকে বেশি পরিচিত আর ভুতপূর্ব বন্দীদের হাসি আর তাদের প্রিয় জনের সাথে মিলন দেখিয়ে দেয় যে দীঘ দু:স্বপ্নের পর জেগে ওঠা যায়।Il caso di Ingrid Betancourt è il più emblematico, ma anche i sorrisi e gli abbracci degli ex-ostaggi ai loro cari ci ricordano che ci si può svegliare persino dopo l'incubo più lungo.
25মোরেনা এস্ক্রাইবের ডায়না জরিল্লা লিখেছেন [ম্প্যানিশ ভাষায়] :Diana Zorrilla di Morena Escribe [es] commenta così:
26ফার্ক কলম্বিয়ার লোকের উপর যে নির্যাতন করেছে তার প্রতীক হয়ে দাড়িয়েছিলেন তিনি আর অন্য ১৪ জনের সাথে তার মুক্তি কলম্বিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্তিক বিজয়।[Betancourt] è diventata il simbolo della piaga inflitta dalle FARC al popolo colombiano, e assieme agli altri quattordici ostaggi, la sua liberazione rappresenta un'importante vittoria morale per tutta la Colombia.
27প্যারাগুয়ে - ডেরেকো ভিজো [ম্প্যানিশ ভাষায়] ব্লগের এডুইন ব্রিটেজ বেটানকোর্টকে নিয়ে ডিসেম্বরে লিখেছিলেন , আর ভালো সংবাদটা প্রকাশ হবার পরে মন্তব্য করেছেন:Dal Paraguay - Edwin Britez di Derecho Viejo [es] aveva già scritto della Betancourt a inizio dicembre scorso, e ora torna sull'argomento con la buona notizia diffusasi in tutto il Paese:
28আমি সান্তনা পেয়েছি যে আজ অনেকে আসুনসিয়নের রাস্তায় বেরিয়েছে আর ইংগ্রিডের মুক্তির জন্য তাদের আনন্দ প্রকাশ করেছে গাড়ির হর্ণ বাজিয়ে।Mi consola sapere che oggi molta gente ha riempito le strade di Asuncion, suonando i clacson per la libertà di Ingrid.
29তাদের মধ্যে অনেক মহিলা ছিল।Tante erano donne.
30আজকে আমরা সবাই কোন দিক থেকে আগের থেকে আর একটু বেশী স্বাধীন।Oggi, in un certo senso, siamo tutti un pò più liberi.
31থাম্বনেইল ছবি পিক্সিডক এর সৌজন্যে।Thumbnail picture by Pixiduc