Sentence alignment for gv-ben-20130923-39135.xml (html) - gv-ita-20130927-85274.xml (html)

#benita
1কাফ্রানবেল থেকে: তিন মিনিটে সিরিয়া বিপ্লবSiria: da Kafranbel la rivoluzione in tre minuti
2এই পোস্টটি সিরিয়া আনটোল্ড (অব্যক্ত সিরিয়া) ব্লগেও একইসাথে প্রকাশিত হয়েছে
3গত মার্চ ২০১১ সালে সিরিয়ানরা যখন রাস্তায় অবস্থান নিতে শুরু করে, তখন শাসক সমর্থক সহযোগী সন্ত্রাসীদের সবচেয়ে সাধারণ হুমকি ছিল “এ ঘটনা সিরিয়াকে ১০০ বছর পিছিয়ে নিবে”।Quando si è cominciato a sapere ciò che accadeva in Siria, a marzo 2011, una delle minacce più diffuse dei violenti pro-regime era di “riportare la Siria a 100 anni fa.”
4সিরিয়ানদের কাছে এটি শীঘ্রই একটি তামাশায় পরিণত হয়েছে। তাঁরা বারবার বলেছে, শাসক গোষ্ঠী বিরোধীদের প্রতিটি ফরমের দমনে তাদের সামরিক ও প্রচার যন্ত্র ব্যবহার করছে।Quando poi i loro governanti hanno attivato tutti i mezzi militari e propagandistici per reprimere ogni forma di opposizione, i siriani hanno trasformato la frase in battuta di scherno.
5এ অবস্থায় আশেপাশের বিধ্বংস অবস্থা দেখে বিদ্রোহীরা এখন বলছে, “আমরা প্রস্তর যুগে ফিরে যাচ্ছি”।“Stiamo tornando all'età della pietra”, dicevano gli attivisti per la libertà con tono di derisione guardando la devastazione attorno a loro.
6ছবিটি “ব্যানারস ফর অকুপাইড কাফ্রানবেল” ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে।Foto dalla pagina Facebook “cartelloni dalla città occupata di Kafranbel”
7সিরিয়া বিদ্রূপ অতীতের মধ্যে পিষ্ট হয়ে উঠছে যখন এটি ভবিষ্যতে উত্থানের জন্য লড়াই করছে। সেখানে তাঁরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠাতে চায় যে, কাফ্রানবেলের (ইডলিব) জনগণ স্বাধীনতা এবং ন্যায়বিচারের প্রচলন ঘটাবে।L'immagine ironica della Siria, bloccata nel passato mentre tenta disperatamente di portare a un futuro in cui libertà e giustizia prevalgano, è stata utilizzata dalle persone di Kafranbel (Idlib), per mandare un messaggio di grande impatto al mondo.
8অনলাইনে একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ হবার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, সিরিয়ার বিদ্রোহের বিবর্তন দেখাতে কাফ্রানবেল শহরের লোকজন প্রস্তরযুগের পোষাক পড়েছে।In un video della durata di tre minuti, diffusosi alla velocità della luce dopo la pubblicazione online, gli attivisti della città di Kafranbel si sono vestiti da cavernicoli per rappresentare l'evoluzione della rivoluzione siriana.
9বন্দুক এবং ​​রাইফেল ধারী একটি গ্রুপ, যারা হয়তো হঠাৎ আক্রমন করবে এরকম অবস্থায় কিছু প্রস্তর মানব প্রতিবাদ জানাতে হাতে অপূর্ণাঙ্গ ব্যানার ধরে রেখেছে।Alcuni portano degli striscioni rudimentali per protestare prima di essere attaccati da un gruppo che tiene in mano mitragliette e carabine, il quale comincia improvvisamente ia sparare su di loro.
10আক্রমণটি ধীরে ধীরে গোলা এবং বোমাবর্ষণে পরিণত হয়।Gli attacchi un po' alla volta diventano bombardamenti.
11আরো প্রতিবাদকারী তাদের গুহা থেকে বেরিয়ে আসছে, কয়েক জন দর্শক বসে আছে এবং তা দেখছে।Mentre altri cavernicoli escono dalla caverna, delle persone si siedono ad osservare.
12দর্শকের শুধুমাত্র তখনই প্রতিক্রিয়া দেখায় যখন আক্রমণকারীরা অন্যদের উপর এক বোতল গ্যাস স্প্রে ব্যবহার করে।Solo quando gli aggressori cominciano a utilizzare delle bombole di gas contro i protestanti, gli osservatori reagiscono, chiedendo arrabbiati agli aggressori di dare loro la bombola.
13দর্শকরা ক্রুদ্ধ হয়ে সেই বোতলটি ছবি থেকে মুছে ফেলার দাবি জানায়।
14ভিডিওটি নিম্নলিখিত বার্তা দিয়ে শেষ হয়:Il video termina con il seguente messaggio:
15মৃত্যু হচ্ছে মৃত্যু, যেটি নির্বিশেষে সম্পন্ন করার একটি পথ।“La morte è morte, indipendentemente da come avviene.
16আসাদ ১,৫০,০০০ জনেরও বেশি লোক হত্যা করেছে।Assad ha ucciso più di 150.000 persone.
17তাকে থামাও।Fermiamolo.”
18এই ভিডিওটির মাধ্যমে কাফ্রানবেল আবারও সিরিয়া প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীক হিসেবে উঠে এসেছে।Con questo video, Kafranbel spicca ancora una volta come importante simbolo della resistenza e storia siriana tra minacce interne ed esterne al paese.
19বিপ্লবী অনুভূতি ও সচেতনতা প্রকাশে সৃজনশীলতা এবং জ্ঞানের উৎসে রূপান্তরিত হওয়ার পরে আজ সম্ভবত এটি সিরিয়ার সবচেয়ে বিখ্যাত শহর হয়ে উঠেছে।La città è oggi forse la più importante in Siria, per essere diventata fonte di creatività e saggezza nell'esprimere sentimenti rivoluzionari e consapevolezza di ciò che sta accadendo.
20এই ভাবে কাফ্রানবেলে আসাদ এর নিপীড়ন এবং তাদের বিপ্লব হাইজ্যাক করার প্রচেষ্টা উভয় বিষয়টি আগের চেয়ে অনেক বেশি বিরোধিতা করে আসছে।Il modo in cui Kafranbel continua a resistere [en] sia all'oppressione di Assad che a qualsiasi tentativo di deviare la loro rivoluzione diventa perciò più importante che mai.
21সারা বিশ্ব সিরিয়ার সাম্প্রতিক ইতিহাস উপেক্ষা করে, কিন্তু বিশ্বের বাকি অংশ কীভাবে তাদের দেখে তাঁর উপর দৃষ্টি নিবদ্ধ করে - প্রস্তরযুগের অসভ্যদের মত করে, যার কথা এখন উত্পাতে পরিণত হয়েছে - ভিডিওটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা তুলে ধরেছে, যারা রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর সর্বচ্চো নিষেধাজ্ঞা জারি করেছে।In un mondo che tende a ignorare l'attuale storia della Siria, preferendo invece concentrarsi sulla visione che il resto del mondo ha di loro di uomini della pietra la cui voce è solo un fastidio, il video fa luce sull'ipocrisia della comunità internazionale, che ha messo al bando l'uso delle armi chimiche, ma non ha impedito l'uccisione di 150.000 persone, nè la messa a fuoco e fiamme del paese e della regione.
22কিন্তু তাঁরা ১,৫০,০০০ মানুষের হত্যাকাণ্ড এবং সাড়া দেশ এবং এই অঞ্চলকে বিশৃঙ্খলার উপর রাখাকে সমর্থন করে।Dal momento che la conversazione geopolitica si sta concentrando su aspetti militari e guerre per procura, è più importante che mai ascoltare le voci siriane e i loro progetti popolari.
23ভূ কথোপকথন যেহেতু সামরিক দিক এবং প্রক্সি যুদ্ধের উপর গুরুত্ব দেয়, সেহেতু সিরিয়বাসীদের এবং তৃণমূলের কথা শোনা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।Attraverso queste voci, Kafranbel si presenta come uno strumento potente di auto-gestione e resistenza che il sito Syria Untold considera cruciale per comprendere meglio la realtà siriana. Post originale tratto dal sito Syria Untold [en].
24এই কণ্ঠ অভ্যন্তরে, কাফ্রানবেল এখন স্বব্যবস্থাপনা এবং প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
25তাই সিরিয়ার বাস্তবতা ভাল করে বোঝার জন্য অব্যক্ত সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে।