# | ben | ita |
---|
1 | মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন না | Egitto: scetticismo e ironia sul Premio Nobel a Obama |
2 | নোবেল কমিটিকে বড় একটা ধন্যবাদ- তারা আজকে (৯ই অক্টোবর, ২০০৯) আমাদের দিনটি ভালো করে দিয়েছেন। | Un grande ringraziamento al Comitato del Nobel della Pace per quanto ha fatto. |
3 | হয়তো মিশরের বেশীরভাগ লোক বুঝতে পারছেন না যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন সম্মানিত করা হয়েছে, আর তারা প্রায় নিশ্চিত যে তিনি এটার যোগ্য না। | Forse, la maggior parte della gente qui riunite non capisce perchè sia stato premiato il Presidente statunitense Barack Obama, e sono quasi sicuri che non meritasse il premio. |
4 | কিন্তু তারা সবাই খুশি ছিলেন, কারণ এটি এখন তাদের মনে আশা জাগিয়েছে যে এখন যে কেউ এই পুরস্কার পেতে পারে। | Ma sono tutti felici, perchè ciò ha dato loro la speranza che chiunque può vincere il premio Nobel per la Pace. |
5 | মিশরের মানুষ শুধু অবাক হয় নি যে তিনি জিতেছেন, বরং এসোসিয়েটেড প্রেসেরও একই মত: | Non sono soltanto quanti vivono qui ad essere scioccate per la sua vittoria, ma perfino l'Associated Press la pensa allo stesso modo:[in] |
6 | আমেরিকার সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে, নয় মাসের কম সময় যিনি অফিসে- আর গত ফেব্রুয়ারীতে নোবেলের মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার মাত্র ১২ দিন আগে কার্যভার গ্রহণ করেছেন- তার জন্যে এটা বিশাল সম্মান। | Per uno fra i più giovani presidenti americani, da meno di nove mesi in carica alla Casa Bianca - e allo scorso febbraio, prima della chiusura delle candidature per il Nobel, incarica da appena 12 giorni - è stato un grandissimo onore. |
7 | পুরস্কার মনে হচ্ছে দেয়া হয়েছে ওবামার কাজের জন্যে নয় বরং তিনি যে কথা দিয়েছেন সেটার জন্য। | Il premio sembra essere stato assegnato più per le promesse di Obama che per quanto ha fatto. |
8 | মিশরীয়দের প্রতিক্রিয়া শুরু হয়েছে টুইটারে এই সংবাদ প্রকাশের মাধ্যমে: | Le reazioni degli egiziani sono iniziate con gli annunci su Twitter: |
9 | @আম্রাদেলামিন: ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। | @amradelamin [in]: Obama vince il Nobel per la Pace. |
10 | @ফুস্তাত: প্রেসিডেন্ট ওবামা ২০০৯ এর নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত। | @fustat [in]: Al presidente Obama è stato assegnato il premio Nobel per la Pace 2009 |
11 | এর পরে বেশ কয়েকজন আসলেই বিস্মিত হয়েছেন। | Poi altri si sono mostrati assai sorpresi dalla notizia: |
12 | @ গাফারি: হ্যাঁ! | @Ghafari [ar]: Veramente! |
13 | ওবামাকে শান্তির জন্য নোবেল পুরষ্কার দেয়া হয়েছে? | Obama ha ottenuto il Premio Nobel per la Pace? |
14 | কোথায় শান্তি? | Quale pace? |
15 | কিভাবে আর কেন? | Quando e come? |
16 | @এম্বে: ওবামা? | @embee [in]: Obama? |
17 | বলেন কি? | Ma scherziamo? |
18 | @আলা: ওহ। ধুর! | @alaa: [in]Oh m**da. |
19 | যে দেশের প্রেসিডেন্ট দুটো দেশে যুদ্ধ চালাচ্ছেন (আমি পাকিস্তানের কথা বাদ দিলাম) নোবেল শান্তি পুরস্কার জিতেছেন? | Il presidente di una nazione che sta portando avanti due guerre preventive in due Paesi (ignorando il Pakistan) vince il Premio Nobel per la Pace? |
20 | @ওয়েল আব্বাস: একনায়ক দের সাহায্য করার জন্য ওবামা নোবেল পুরস্কার জিতেছেন। | @waelabbas [in]: Obama vince il Premio Nobel per assistere i dittatori |
21 | @সিরগানি: নোবেল পুরস্কারের মনোনয়নের শেষ তারিখ ছিল ফেব্রুয়ারি ১, ওবামা অফিসে যোগদানের ঠিক ১০ দিন পরে। | @Ssirgany [in]: La chiusura delle candidature per il Premio Nobel è stata il 1 febbario, appena 10 giorni dopo l'insediamento di Obama alla Casa Bianca. |
22 | এই ১০ দিনে তিনি কি করেছেন? | Cosa avrebbe fatto in quei 10 giorni? |
23 | আর অধিকাংশ লোক এটা নিয়ে মজা করেছেন: | Mentre la maggior ha preso a ironizzare sulla cosa: |
24 | @নাইটস: ওবামা আর নোবেল শান্তি পুরস্কার?!?!?! | @nightS: [in]: Obama e il Premio Nobel per la Pace?!?!?! |
25 | মনে হয় এটা ভালো খবর… মানে আমি এটা ২০১০ এ জিততে পারি যদি তারা আসলেই বিবেচনা করে থাকেন যে তিনি এটার যোগ্য !! | Scommetto che è una buona notizia. Credo di poter vincere io il Premio nel 2010, se sono davvero sicuri che lui lo ha meritato!! |
26 | @সারাহ কার: নোবেল পুরস্কার দেয়ার অনুষ্ঠান আফগানিস্তানে হওয়া উচিত আর যেসব জনগণকে ওবামার বাহিনী নৃশংস ভাবে হত্যা করেছে তাদের আত্মীয়দের এখানে উপস্থিত থাকা উচিত। | @Sarahcarr [in]: La cerimonia di consegna del Premio Nobel andava organizzata in Afghanistan con la presenza dei parenti dei civili trucidati dalle truppe militari di Obama. |
27 | @মিনা জেকরি: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব ওবামা আফগানিস্তানে তার যুদ্ধে বাহিনী বাড়ানোর বিষয়ে একটা অনুরোধ বিবেচনা করে দেখবেন। | @minazekri [in]: Il Premio Nobel per la Pace a Obama per studiare la richiesta di aumentare le truppe militari in Afghanistan. |
28 | @মিনা জেকরি: আফগানিস্তান ও ইরাক এর পর এখন ওবামা ইরানকে শাস্তি দিতে চলেছেন, নিশ্চয় উনি নোবেল শান্তি পুরস্কারের জন্য সব থেকে যোগ্য প্রার্থী। | @minazekri [in]: Afghanistan, Iraq e adesso Obama sta per punire l'Iran, sicuramente lui è la migliore scelta per il Premio Nobel per la Pace |
29 | @মোফতাসা: আশ্চর্য রাজনীতিবিদরা কিভাবে নোবেল পুরস্কার পেতে পারেন কিছুই না করে, আর বিজ্ঞানীরা মাঝে মাঝে তাদের আবিষ্কারের কয়েক দশক পরে পান। | @moftasa [in]: Divertente come i politici possano ottenere il Premio Nobel per la Pace prima di avere fatto qualcosa, mentre gli scienziati ci arrivano talvolta decenni dopo le loro scoperte. |
30 | @মোফতাসা: বারবারা ম্যাকলিন্টক মেডিসিনে তাঁর নোবেল পুরস্কার জিতেছিলেন ১৯৮৩ তে জিন ট্রান্সপোর্টেশনের জন্য যা তিনি আবিষ্কার করেছিলেন ৪০ আর ৫০এর দশকে। | @moftasa [in]: Barbara McClintock vinse il Premio Nobel per la Medicina nel 1983 per aver scoperto negli anni '40 e '50 il gene del processo della trasposizione. |
31 | @আলা: @মোফতাসা এর থেকেও মজার যে ম্যান্ডেলাকে অপেক্ষা করতে হয়েছিল তার বিজয় পর্যন্ত আর এটাকে ভাগ করতে হয়েছিল জাতিগত একজন হত্যাকারীর সাথে বা গান্ধী কিভাবে ৪ বার এটা পেতে ব্যর্থ হয়েছিলেন। | @alaa: [in] @moftasa più divertente è che Mandela ha dovuto aspettare fino alla vittoria e ha dovuto dividerlo con un assassino razzista o che Ghandi lo ha mancato quattro volte. |
32 | @উইলিয়াউইল: ওবামা বক্তৃতার জন্য নোবেল পেতে পারেন , কিন্তু শান্তির জন্য না! | @WilYaWil [in]: Obama può meritare il Premio Nobel per la sua capacità di linguaggio, ma non per la pace! |
33 | @বুডি: আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে একবার বলেছিলাম, আমি নোবেল পুরস্কার জিততে চাই। | @BooDy [in] : Una volta, quando ero un ragazzo, ho detto a mio padre, voglio vincere il Premio Nobel. |
34 | তিনি হেসে বলেছিলেন আমাকে পড়া লেখা করে বিজ্ঞানী হতে হবে এটা জেতার জন্য, তবে মনে হচ্ছে হত্যাকারী হয়ে সহজে এটা জেতা যাবে। | Lui scoppiò a ridere e disse che per ottenerlo dovevo studiare per diventare uno scienziato, pur se sembra che sia più semplice diventare un assassino per vincerlo. |
35 | @উইলিয়াউইল: কানিয়ে ওয়েস্ট ওবামার নোবেল বক্তৃতায় বাধা দিয়েছেন “আমি আপনাকে শেষ করতে দেব, কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কারের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত।” | @WilYaWil [in]: Kanye West interrompe il discorso di Obama per il Nobel, “Ti lascerò finire, ma questa è la peggiore decisione di tutti i tempi” |
36 | @আমিরাল্কস: আর শাওয়ারে গান করার জন্য আমার গ্রামি পুরস্কার জেতা উচিত! | @Amiralx [in]: E io dovrei vincere un Grammy perché canto sotto la doccia! |
37 | আরবউই তার ব্লগে একটি বিশেষ পোস্ট লিখেছেন। | Arabawy ha scritto anche un post speciale sulla notizia [in]: |
38 | ইরাক এবং আফঘানিস্তানের (এবং পাকিস্তানের) কসাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। | Il macellaio di Iraq e Afghanistan (e Pakistan) ha vinto il Premio Nobel per la Pace. Congratulazioni! |
39 | অভিবাদন! | [Mabrouk!] |
40 | ওবামা, মোনাচেম বেগিন, হেনরি কিসিন্জার এই সমস্ত মানুষ এই বিশ্বকে একটি চমৎকার জায়গা বানিয়েছেন। | È un grande giorno per la libertà del mondo. Obama, Manachem Begin, Henri Kissinger - tutti uomini che hanno contribuito a fare il pianeta un grande posto per viverci. |
41 | কেন (হোসনি মোবারাক) এবং হাবিব এল আদলি এটি পাবে না? | Perchè non possono riuscirci anche Mubarak e Habib el-Adly? |
42 | নরওয়ের এইসব মানুষেরা কি বার্তা পাঠাচ্ছে বিশ্বকে? নোবেল পেতে কসাই এবং খুনী হতে হয়। | Il messaggio comunicato da quei cretini in Norvegia è: l'omicidio e i massacri sono la strada per il Nobel. |
43 | এবং পরিশেষে একটু ভিন্ন মাত্রার বিশ্লেষণ: | E infine, qualcuno con un diverso punto di vista: |
44 | @মাজদটুইটস: তবে মন্দের ভাল: এখন ওবামা নোবেল পাওয়ায় তিনি তার কার্যে সেটি প্রতিফলন করার চেষ্টা করবেন এবং শান্তি আনবেন। | @majdtweets [in]: L'aspetto positivo: Ora che Obama ha vinto il Premio Nobel per la Pace, potrebbe veramente volere/dovere tener fede al titolo ottenuto & mantenere la pace! |
45 | @সারসুর: আমার পছন্দ ওবামাকে। তিনি বেশ ভাল মানুষ। | @sarsour [in]: Obama mi piace - sembra un ragazzo in gamba. |
46 | তবে মনে হচ্ছে অনেক কিছুর স্বীকৃতি তিনি করার আগেই পেয়ে যাচ্ছেন। | Tuttavia sembra ottenere molti riconoscimenti prima di aver realmente fatto qualcosa. |