Sentence alignment for gv-ben-20150103-46153.xml (html) - gv-ita-20141204-93806.xml (html)

#benita
1স্টিভ জবসের রাশিয়ান স্মৃতিস্তম্ভ, টিম কুকের সাম্প্রতিক ঘোষণার কারণে বিদেশে নিলামের সিদ্ধান্তRussia: l'iPhone-monumento a Steve Jobs dopo la rimozione è stato messo all'asta
2স্টিভ জবস, ২০১০ সালের বিশ্বব্যাপী ডেভেলপার সম্মেলনে আইফোন ৪ দেখাচ্ছেন, ৮ জুন ২০১০, ম্যাথু ইয়হ এর তোলা ছবি।Steve Jobs mostra il nuovo iPhone 4 alla Worldwide Developers Conference, l'8 Giugno 2010, Foto di Matthew Yohe.
3সিসি ৩.CC 3.0.
4০। স্টিভ জবসকে নিয়ে করা রাশিয়ার বিতর্কিত স্মৃতিস্তম্ভ খবরে ফিরে এসেছে।Il controverso monumento [it] russo dedicato a Steve Jobs fa di nuovo parlare di sé.
5একটি আইফোনের মত আকৃতির এবং ছয় ফুটের বেশি লম্বা মূর্তিটি ২০১৩ সালে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি ইউনিভার্সিটির আঙ্গিনায় পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন (ZEFS) কর্তৃক বসানো হয়। গত মাসে অ্যাপল সিইও টিম কুকের নিজেকে গে হিসেবে ঘোষণার পর তা সরিয়ে ফেলা হয় ঘোষণাটির নিন্দা জানিয়ে।La statua, a forma di iPhone e alta quasi due metri, è di proprietà della West European Financial Union (ZEFS), che l'ha installata nel piazzale della St. Petersburg State University of Information Technologies nel 2013, per poi rimuoverla solo il mese scorso, come gesto di condanna in seguito al coming out dell'amministratore delegato Apple, Tim Cook.
6দৃশ্যত সমকামিতার এ ঘোষণাকে স্মৃতিস্তম্ভ অপসারণের কারণ হিসেবে দেখার কারণে বিশ্বব্যাপী এবিষয়ে হইচই শুরু হয়।Alcune notizie lasciavano intuire che la rimozione fosse avvenuta solo per ragioni di omofobia, cosa che ha causato una protesta globale.
7তবে খুব শীঘ্রই সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় কিছু প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করার পর মূর্তি ফিরে আসবে বলে দাবি করে পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন।L'Università di San Pietroburgo, però, ha subito smentito, comunicando che la statua sarebbe ritornata al suo posto, appena terminate le riparazioni necessarie apportate dalla ZEFS.
8এটা দৃশ্যত স্পষ্ট যে রাশিয়ার দৈত্য আইফোন স্মৃতিস্তম্ভ ফিরে আসছে না।Adesso, sembra chiaro che il gigantesco iPhone russo non tornerà al suo posto.
9এর আগে আজ, ডিসেম্বর ১, পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন মূর্তি নিলামে বিক্রি করবে তাদের কাছে যারা এটা বিদেশে নিতে প্রতিশ্রুতি দিবে।Il primo dicembre infatti, la ZEFS ha annunciato che metterà all'asta la statua a chiunque si impegnerà a portarla all'estero [ru, come tutti i link seguenti].
10শুরু মূল্য ৫ মিলিয়ন রুবেল (প্রায় ৯৫,০০০ মার্কিন ডলার) এ ধার্য করা হয়।Il prezzo di partenza è di 5 milioni di rubli (circa € 75.000).
11“একটি অভ্যন্তরীণ ভোট উপর ভিত্তি করে, কোম্পানি এটি নিলামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।“Basandosi su una votazione interna, la compagnia ha deciso di aprire un'asta.
12যারা ভোট দিয়েছে তাদের প্রায় অর্ধেক সেন্ট পিটার্সবার্গে আগের জায়গায় স্মৃতিস্তম্ভটি ফিরিয়ে দেবার বিরুদ্ধে ভোট দিয়েছে,” বলে পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাখ্যা করে।Circa la metà di coloro che hanno votato erano contro l'idea di riportare il monumento al suo posto a San Pietroburgo” ha spiegato la ZEFS in un comunicato stampa.
13পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন এর ওয়েবসাইট থেকে ধারণ করা স্টিভ জবসের মূর্তির নিলামের বিজ্ঞাপন।Immagine presa dal sito della ZEFS, dove viene sponsorizzata l'asta per la vendita del monumento a Steve Jobs.
14পদ্ধতিগতভাবে নিলাম ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন রিপোর্ট করছে যে এটা এখনো কোন যোগ্য দর গৃহীত হয়নি।Tecnicamente l'asta è già in corso, malgrado la ZEFS affermi di non aver ancora ricevuto un'offerta idonea.
15যদিও কোম্পানিটির মূল ওয়েবসাইটে দেখা যায় যে দর গ্রহণ ইতিমধ্যে চলছে, অস্বাভাবিক হলেও ‘প্রতিক্রিয়া' প্রদানের অংশের মধ্য দিয়ে।Sembra che la compagnia stia già ricevendo delle offerte sulla pagina principale del suo sito, in modo poco opportuno, attraverso l'interfaccia generale “feedback”.
16জবসের স্মৃতিস্তম্ভ অপসারণের পর, ভিকে সব মেরামতের খরচ বহন এবং সেন্ট পিটার্সবার্গে নিজস্ব সদর দপ্তরে প্রতিস্থাপনের জন্য প্রকাশ্যে প্রস্তাব করে, যা “সংরক্ষণ করুন স্টিভ” নামে চালু হয়।Dopo la rimozione del monumento a Jobs, Vkontakte ha lanciato l'iniziativa “Save Steve,” offrendosi pubblicamente di coprire i costi di riparazione e di rimontare la statua nella sua sede principale, anch'essa a San Pietroburgo.
17মূর্তি ৫ মিলিয়ন রুবেল এবং রাশিয়া থেকে সরানোর প্রতিশ্রুতির বিনিময়ে নিলামের আজ পশ্চিম ইউরোপীয় আর্থিক ইউনিয়ন ঘোষণার পর, ভিকের প্রেস সচিব জর্জি লভুসকিন বলেন তার কোম্পানী এধরনের একটি “প্রহসনে” অংশগ্রহণ করবে না।Secondo l'annuncio di oggi della ZEFS, riguardo al prezzo di 5 milioni di rubli e sul fatto della promessa di portarla via dalla Russia, l'addetto stampa di Vkontakte, Georgy Lobushkin ha dichiarato che la sua compagnia non contribuirà a tale “farsa”.
18লভুসকিন বলেন কোনো শক্ত প্রতিশ্রুতি ছাড়া বলেন, ভিকে জবসের মূর্তি নিজস্বভাবে নির্মাণের কথা বিবেচনা করবে।Senza fare promesse concrete, Lobushkin ha detto che Vkontakte sta considerando di costruire il suo monumento a Jobs.