Sentence alignment for gv-ben-20091106-7352.xml (html) - gv-ita-20091106-9649.xml (html)

#benita
1চীনের তৈরি কৃত্রিম তুষারপাত গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে।Cina: Pechino improvvisamente imbiancata, ma è neve <em>made-in-China</em>
2গত ২২ বছরের মধ্যে এবারই প্রথম বছরে সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল।Domenica scorsa, 1. novembre, a Pechino si è avuta la prima nevicata anticipata dopo 22 anni.
3এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়।L'improvviso cambiamento atmosferico, ricoprendo di neve tutta la città, ha sorpreso molti residenti.
4ঘটনাটি অনেককেই বিস্মিত করে। পরে নিউজ মিডিয়া জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর।Ma le testate d'informazione hanno poi riferito come in realtà la nevicata avesse ricevuto un piccolo aiuto dall'ufficio cittadino per le modificazioni climatiche.
5কৃত্রিম ভাবে তুষারপাত ঘটানোর কারণ হচ্ছে বেইজিং-এ এখন খরা চলছে।Il motivo della precipitazione artificiale è stato il periodo di siccità che colpiva da tempo Pechino.
6যে রাতে তুষারপাত হয়, তার কিছুদিন আগে সরকার আকাশে সিলভার আয়োডাইড উৎক্ষেপণ করে।La notte prima della nevicata, il governo aveva fatto sparare ioduro d'argento in cielo.
7এর ফলে বেইজিং-এর আশেপাশের এলাকায় ১৬ মিলিয়ন টন তুষারপাত ঘটে। ঝাং কুইয়াং আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান।L'effetto derivante ha aumentato la quantità di neve di 16 milioni di tonnellate.
8তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেন, “যখন বেইজিং লম্বা সময় ধরে খরায় ভুগছে, তখন এই সমস্যা দুর করার জন্য কৃত্রিম যে কোন পদ্ধতি ব্যবহারের সুযোগ আমরা হারাতে চাই না”।“Non vogliamo perdere nessuna opportunità per le precipitazioni artificiali poiché Pechino soffre di una siccità persistente,” ha dichiarato Zhang Qiang, responsabile dell'ufficio per le modificazioni climatiche, ai media di Stato.
9খরার সময় কৃত্রিম ভাবে বৃষ্টি ঝরানোর ইতিহাস চীনের রয়েছে।Storicamente la Cina aveva già prodotto pioggia artificiale, solitamente per bloccare la siccità.
10এর বাইরে, অন্য সময়ও আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর আকাশ পরিষ্কার রাখার জন্য আকাশে মেঘের পরিমাণ কমিয়ে দেয়, যাতে কম বৃষ্টিপাত ঘটে।
11এই সমস্ত ঘটনা কোন বিশেষ সময়, যেমন প্রতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া জাতীয় কুচকাওয়াজ প্রদর্শনী অথবা বেইজিং অলিম্পিক গেমসের সময় ঘটানো হয়। আকাশ পরিষ্কার রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।Altre volte, l'ufficio per le modificazioni climatiche aveva ridotto la pioggia per garantire cieli limpidi, come ad esempio durante la parata della Festa Nazionale a ottobre o alle Olimpiadi di Pechino.
12গত রবিবারে মনুষ্য সৃষ্টি এই তুষারপাতের ঘটনায় নেটিজেনরা ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছে।I netizen hanno espresso posizioni diverse su quest'ultimo week-end all'insegna della neve artificiale.
13অনেকে আনন্দের সাথে এই তুষারপাতের সৌন্দর্য্যের কথা তুলে ধরেছে, যেমন ব্লগার 鱼干儿 (ইউ গেয়ার।Alcuni he hanno gioiosamente decantato la bellezza, come il blogger 鱼干儿 [cin] .
14বেইজিং-এর আবহাওয়া অবিশ্বাস্য রকমের চমৎকার দেখাচ্ছে।Il tempo a Pechino è incredibilmente fantastico.
15কোন রকম সতর্কতা ছাড়াই তুষার ঘটতে শুরু করে।Senz'alcun preavviso ha iniziato a nevicare.
16এটা এমন এক ধরনের তুষারপাত যা সহজে পরিষ্কার করা যায় না বা একে অপসারণ করা যায় না।Ed era il tipo di neve difficile da pulire e gestire.
17আমি শুনেছি এই সমস্ত তুষার মানুষের সৃষ্টি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না।Ho sentito dire che fosse neve artificiale. Ma non m'importa.
18আমরা এই ধরনের আবহাওয়া পছন্দ করি।Amiamo questo tipo di tempo.
19তবে অনেকে বেশ উদ্বিগ্ন, ব্লগার 小米 (জিয়াও মি) লিখেছেAlcuni, tuttavia, hanno mostrato irritazione. 小米 [cin] ha scritto:
20যখন আমি শুনলাম এটা মানুষের কাজ, তখন আমার মনে হল কে সেই বান্দা, যার মনে হয়েছে বরফ পরার এটাই উপযুক্ত সময়?Dopo aver sentito che era artificiale, mi sono chiesto chi avrà ritenuto questo il momento giusto per la neve?
21সব জায়গায় লোকজন ঠাণ্ডায় আক্রান্ত হয়েছে এবং বিদ্যুৎ, যানজট এবং শরীর গরম করা নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে।Ovunque la gente è stata colta impreparata dal freddo e da altri problemi spinosi legati all'elettricità, al traffico e al riscaldamento.
22ইন্টারনেট ফোরামে একজন ব্যবহারকারী অভিযোগ করেছে যে সরকারের উচিত ছিল এ ব্যাপারে আগে থেকেই লোকদের সতর্ক করে দেওয়া। তিনি এর সাথে যোগ করেন, এই বরফপাতের কারণে কিছু বিমান নির্ধারিত সময়ে যাত্রা করতে পারে নি।Su un forum online [cin qualcuno si è lamentato che il governo avrebbe dovuto avvertire in tempo la gente, aggiungendo che molti voli sarebbero partiti in ritardo negli aeroporti.
23আমার দৃষ্টিতে মানুষ প্রকৃতিকে শাসন করতে পারছে, এমন শক্তি অর্জন করা ভালো, এমনকি যদিও এই কারণে বেইজিং-এর নাগরিকরা “শীতে” আক্রান্ত হয়েছে।A mio parere, lo “spirito umano che addomestica la natura” è positivo, anche se gli abitanti di Pechino si sono ritrovati in pieno inverno.
24তবে যদি তারা সত্যিকার অর্থে খরার কারণে সৃষ্ট সমস্যার সমাধান করতে পারে, তা হলে বরফ নামানোর উদ্দেশ্য সফল।Se realmente si possono risolvere così i danni causati dalla siccità, allora tutto ciò è meritevole.
25কিন্তু আবহাওয়া অফিস মানুষদের না জানিয়ে যে কাজটি করেছে, সেটি ঠিক হয় নি।Ma non è giusto che l'ufficio metereologico non abbia informato nessuno per tempo.
26ইন্টারনেটে পোস্ট করা কয়েকটি লেখায় এই চিন্তা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিমভাবে সৃষ্ট তুষারপাত পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলবে?Alcuni post su Internet hanno anche espresso preoccupazione riguardo ai possibili effetti della neve artificiale sull'ambiente.
27天的云 (তিয়ান বিয়ান দে ইউন) নামের ব্লগার বিস্মিত এ কারণে যে, কারো কি প্রাকৃতিক আবহাওয়াকে বদলে দেবার অধিকার রয়েছে।Un blogger, 天边的云 [cin], si è chiesto se qualcuno abbia il diritto di modificare il clima.
28যখন আমরা না জেনেই আবহাওয়াকে অন্ধ ভাবে পাল্টে দিই, সেটি কি পরিবেশের উপর এক বড় ধরনের ক্ষতি করে না?Ma quando alteriamo il clima alla cieca senza averne ancora ben appreso le leggi, non si provocano forse maggiori danni all'ambiente?
29কৃত্রিম ভাবে এই বরফপাত ঘটানো হয়েছে, কারণ বেইজিং-এ খরা চলছিল।Ad esempio, la nevicata di questi giorni a Pechino è dovuta alla siccità in corso.
30যদি বাস্তবে এই বরফ সানডং-নামক এলাকায় পড়ার কথা থাকে সেক্ষেত্রে সেখানে কি ঘটবে, (ধরা যাক এটা সানডং এ পড়ার কথা) সেক্ষেত্রে এই কৃত্রিম তুষারপাত কি বেইজিং-এর বদলে সানডং-এ আরো বড় খরার সৃষ্টি করবে না?Cosa succede se la neve era invece destinata a cadere su Shandong (immaginiamolo solo per un attimo), piuttosto che su Pechino? Ciò comporterà forse una siccità maggiore a Shandong?
31বেইজিং এর একজন ব্লগার ও সাংবাদিক অ্যালেক্স পাস্টেরনাক ট্রি হ্যাগার নামক ব্লগে একটি পোস্টে বিস্তারিত ভাবে লিখেছেন, মানুষের তৈরি এই বরফপাতের প্রভাব কি হতে পারে:Alex Pasternack, blogger e giornalista a Pechino, ha scritto un post su Three Hugger [in] approfondendo i potenziali effetti della precipitazione artificiale.
32সরকারি হিসেবে এই খরা অক্টোবরের শেষে ৮০০,০০০ হেক্টর জমির উপর প্রভাব বিস্তার করেছে এবং এই তুষার ঝড় স্থানীয় কৃষকদের চাহিদা অনুসারে করা হয়েছে।La siccità ha colpito 800.000 ettari di terreno agricolo alla fine di ottobre, secondo le stime ufficiali, e si è detto che la tempesta di neve fosse un regalo davvero necessario per gli agricoltori locali.
33কিন্তু এই অঞ্চলের সকল কৃষক এই ঘটনায় লাভবান হবে না।Ma non tutti gli agricoltori della regione ne hanno tratto beneficio.
34আবহাওয়া নিয়ন্ত্রণের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্য অঞ্চলে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়া। এক বিশেষ এলাকায় শক্তিশালী ঝড় তৈরির কারণে অন্য অঞ্চলের আবহাওয়া পাল্টে যেতে পারে, যাদেরও বৃষ্টির প্রয়োজন রয়েছে।Un possibile effetto collaterale della modificazione climatica è il fatto di aver deviato le precipitazioni su altre regioni che ne avevano parimenti bisogno, mirando a creare tempeste più forti in una zona ristretta.
35অন্য নেটিজেনরা বরফ নিয়ে মজা করেছে।Altri netizen hanno ridicolizzato la neve.
36এলিজাবেথ কেইন তার ব্লগে লিখেছে:Elizabeth Kain ha scritto quanto segue sul proprio blog [in]:
37গতকালের তুষারপাত, গত দশ বছরের মধ্যে সবচেয়ে আগে বরফ পড়ার ইতিহাস সৃষ্টি করেছে।La neve di ieri è stata la prima in dieci anni.
38আমি নিশ্চিত যে আমার মা বেইজিং বিমান বন্দরে ৭ ঘন্টা ধরে বসে রয়েছে, কারণ সকল বিমান যাত্রা স্থগিত বা বাতিল করা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত এই যাত্রাবিরতির কারণে সুখী হবেন।Sono sicura che mia madre, che ha atteso all'aeroporto di Pechino per 7 ore dato che tutti i voli da e verso la città sono stati interrotti o cancellati, sarà felice di sapere che il disagio è stato causato dallo Stato.
39তুষারপাত সম্বন্ধে অন্য এক মন্তব্যে এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ রয়েছে:Un altro commento sulla neve ha infine proposto un'osservazione ironica:
40মার্টিন এম.Martin M.
41নভেম্বর ২, ২০০৯, বিকেল ৩. ৩০: চীনে এখন সব কিছু তৈরি হয়, এমনকি বরফও।November 2, 2009 15:30 Tutto made-in-China, anche la neve.