# | ben | ita |
---|
1 | ব্রুনাইঃ ‘ধীর গতির ইন্টারনেট যেন এক ধরণের নিষেধাজ্ঞা’ | Brunei: Internet lento è quasi censura |
2 | ব্রুনাইয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের দেশের ধীর এবং অবিশ্বস্ত ইন্টারনেট সংযোগের বিরুদ্ধে অভিযোগ করেছেন। | Gli utenti della rete Internet del Brunei lamentano problemi di connessione lenta e inaffidabile. |
3 | ব্রুনেই টাইমস পত্রিকার একটি লেখায় শারিন হান বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সমীক্ষার উদাহরণ দিয়েছেন, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেট ব্যবহারকারি হিসেবে ব্রুনাই তালিকাভুক্ত হয়েছে। | In un articolo per il Brunei Times [en, come gli altri link, eccetto ove diversamente segnalato], Shareen Han ha citato uno studio condotto dal World Economic Forum, per il quale lo stato del Brunei sarebbe uno dei paesi del sud-est asiatico con le tariffe Internet più alte. |
4 | কিন্তু অনেক ব্রুনাই নেটিজেনরা মনে করেন, তাঁরা খুবই ধীর গতি সম্পন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন। | Eppure, nonostante questi costi, molti utenti Internet del Brunei affermano di usufruire di un servizio Internet molto scarso. |
5 | টুইটার মাধ্যমে, ব্রুনেই টাইমস এই প্রশ্নটি পোস্ট করেছে: | Il Brunei Times ha pubblicato questa domanda attraverso Twitter: |
6 | আপনি #ব্রুনাই এর ইন্টারনেট সেবায় সন্তুষ্ট ? | Sei soddisfatto del servizio Internet del #Brunei? |
7 | ব্রুনাইয়ে একটি টুইট আপ অনুষ্ঠান। | Evento tweetup nel Brunei. |
8 | ব্রুনাইবাসিরা এশিয়াতে সবচেয়ে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারি। | Gli abitanti del Brunei sono tra gli utenti di social media più attivi di tutta l'Asia. |
9 | ছবিঃ রেদার ফ্লিকার পেজ | Foto tratta da Flickr, pagina di Reeda. |
10 | বেশিরভাগ উত্তরে ব্যবহারকারীরা দেশের তিনটি প্রধান টেলিফোন প্রদানকারীদের কর্তৃক প্রদত্ত মন্থর গতির ইন্টারনেট সংযোগ সম্পর্কে অভিযোগ করে। | La maggior parte delle risposte contiene lamentele per la connessione lenta fornita dai tre maggiori provider del paese. |
11 | এমনকি @নাদিয়াবাইটস দেশের মন্থর গতির ইন্টারনেটকে সেন্সরশিপের সাথে তুলনা করেছেন : | @nadiebytes arriva persino a paragonare la connessione lenta a una forma di censura: |
12 | না! ইন্টারনেট তথ্য সম্পদে সহজে প্রবেশাধিকার দেয়। | No! Internet consente facile accesso a un'immensità di informazioni. |
13 | ধীর গতির ইন্টারনেট প্রায় সেন্সরশিপের মতই। | Internet lento equivale quasi a una censura. |
14 | এখানে ব্রুনাইয়ের ধীর গতির ইন্টারনেট সম্পর্কে একই রকম আরও কিছু মন্তব্য রয়েছে: | Ed ecco altri commenti simili a riguardo della connessione lenta nel Brunei: |
15 | @জিকক্রেযিঃ আমার এমনকি মাউসটিও সন্তুষ্ট বলে মনে হয় না। | @ZeekCrazy Credo che neppure il mouse ne sia soddisfatto. |
16 | @জানেটলাইভট্রাভেলঃ না! এটা ২০১৩। | @janetlivetravel No! Siamo nel 2013. |
17 | ইন্টারনেট, প্রযুক্তি, তথ্য এবং সামাজিক মিডিয়া সেখানে শুধু আঙ্গুলের একটি ক্লিকেই পাওয়া উচিৎ। | Internet, la tecnologia, l'informazione e i social media dovrebbero essere a portata di un solo click. |
18 | অত্যন্ত ধীর। | TROPPO LENTO |
19 | @মাসরুরঃ সন্তুষ্ট হয়েছেন এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করুন। | @masruuuuur@masruuuuur Prova a trovare qualcuno che SIA soddisfatto |
20 | @আল্মাস্তফ্রেশঃ আমরা বিল দিব করছি না। | @almstfrsh non vale quello che ci costa. |
21 | সঙ্গতিহীন। | Inconsistente. |
22 | অস্থির। | Instabile. |
23 | আমার আরো বলার দরকার আছে ? | Devo aggiungere altro? |
24 | @আমিরাহইসাঃ সত্যি করে বলতে খুশি না। | @AmeerahIsa assolutamente INSODDISFATTA. |
25 | আমরা প্রতি মেগাবাইটের জন্য অনেক অনেক বেশি খরচ করি, অথচ এর গতি আমাদের বিলের কাছাকাছিও নয়। | Paghiamo per non so quanti mbps e la velocità non si avvicina neanche lontanamente a quella per cui paghiamo. |
26 | @_হাকিমসঃ অনেক হতাশাজনক … এমনকি আমার বাবা মাও অভিযোগ করেছে … দুঃখিত #ওয়ার্কইটআউট | @_hakims veramente deluso.. persino i miei genitori se ne lamentano.. mi spiace #risolvete il problema |
27 | @অংসোঃ নিয়মিত পরিষেবা বিঘ্ন তদন্ত পরিচালনা করা উচিত। | @ongscw Si dovrebbero condurre delle indagini sulla mancata erogazione del regolare servizio. |
28 | আমি কোনো দিন ইন্টারনেট না থাকার চেয়ে ধীরগতির ইন্টারনেট পছন্দ করব। | Posso scegliere soltanto tra avere una connessione LENTA o NON averla AFFATTO, ed è così ogni giorno. |
29 | @আলিফেন৪১ঃ এটা থেকে দূরে থাকা হচ্ছে হাল্কা বছর। | @Aliffen41 Anni luce lontano dall'esserlo. |
30 | @ববি_তৃষাঃ কৃতজ্ঞ কিন্তু সন্তুষ্ট নই .. | @bobby_trisyia Riconoscente ma non soddisfatto… lento e costoso |
31 | ধীর গতির এবং ব্যয়বহুল। একটি রিপোর্ট অনুযায়ী, ব্রুনাইয়ে অন্তত দুই লাখ ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা এশিয়ার সামাজিক মিডিয়া ব্যবহারের সবচেয়ে সক্রিয়। | Secondo un recente studio, lo stato del Brunei conta almeno 200.000 utenti Internet, che sono tra gli utenti di social network più attivi di tutta l'Asia. |
32 | তবে, শুধুমাত্র ৫৬ শতাংশ ব্রুনাইবাসি ইন্টারনেট ব্যবহার করেন। | Ciò nonostante, solo il 56% della popolazione del Brunei usa Internet. |
33 | কিছু ইন্টারনেট ব্যবহারকারীরা দেশের ইন্টারনেটের গুণমান ব্যাপারে বেশ সন্তুষ্টঃ | Alcuni utenti si dicono abbastanza soddisfatti della qualità del servizio Internet fornito nel loro paese: |
34 | @আনোয়ারওমারআলীঃ হ্যাঁ, খুবই সন্তুষ্ট। | @AnwarOmarAli sì molto soddisfatto. |
35 | @বেরিমেরলিনাঃ গতি, হ্যাঁ! | @berrymerlina veloce, sì! |
36 | উচ্চ মূল্য যুক্তি হতে পারে না, কারণ অন্যান্য দেশের মত জনসংখ্যা ও প্রতিযোগিতা এখানে নেই। | Il costo elevato non si può discutere a causa della popolazione e della concorrenza, a differenza di altri paesi |
37 | @ইয়ুন_হাঃ এমনকি যদি গতির বিপুল উন্নতি করা হয়, আমরা সন্তুষ্ট হব না। | @Yunn_ha anche se la velocità ha visto grandi miglioramenti, non saremo mai soddisfatti. |
38 | হা হা #সোব্রুনেই | Haha #sobrunei |
39 | @অক্সবাঃ ৬ বছর আগে, 3G ছিল না এবং ADSL-এর গতি ছিল ২৫৬ কেবিপিএস। | @oxba 6 anni fa il 3G non esisteva e la linea ADSL andava a 256kbps. |
40 | ১০ বছর আগে, আমি আমার মোবাইল ওয়েব সার্ফ করতে পারতাম না। | 10 anni fa non potevo nemmeno navigare in Internet con il mio cellulare. |
41 | আমি সন্তুষ্ট। | Sono soddisfatto. |
42 | এমনকি দেশে ইন্টারনেট মান সম্পর্কে ব্রুনেই টাইমসে নিবন্ধটি প্রকাশের আগে, ব্রুনেই ইতিমধ্যে বেশ কিছু সময় এটি সম্পর্কে অভিযোগ করেছে: | Gli abitanti del Brunei si stavano lamentando della qualità del servizio Internet offerto nel loro paese già da qualche tempo, ancor prima della pubblicazione dell'articolo del Brunei Times: |
43 | @নাতেরুলালাঃ ব্রুনাইয়ের অধিকাংশ অধিবাসীর উচ্চ রক্তচাপ এবং হতাশায় ভোগার প্রধান কারণ হচ্ছে এর ইন্টারনেট। | @Natterulala La connessione Internet del Brunei è una delle principali cause della depressione e della pressione alta tra gli abitanti del Brunei. |
44 | @আজিজহারুন২১২ঃ ওএমজি, কিভাবে মানুষের শান্তি নষ্ট করতে হয় ব্রুনাই এর ইন্টারনেট সত্যিই তা ভালো করে জানে। | @AzizHarun212 OMG La connessione Internet del Brunei sa proprio come far incazzare la gente. |
45 | ইলিপ নোট লিখেছেন, ব্রুনাইয়ে ইন্টারনেটের গতির উন্নতি হয়নি: | Elliop fa notare che la velocità della connessione Internet del Brunei non è stata migliorata: |
46 | আমি আপনার সম্পর্কে জানি না কিন্তু আমি ভেবে অবাক হই যে এখনকার দিন এবং সময়ে ইন্টারনেট গতি একক সংখ্যায় মাপা হয় না বরং ১০ বা ১০০ এমবিপিএস এতে হয়। কিন্তু ব্রুনাইয়ে ইন্টারনেট গতি কয়েক বছরেও কোন পরিবর্তন হয়নি এবং উল্লেখযোগ্যভাবে বাকি বিশ্বের পিছনে চলে যাচ্ছে। | Non so voi, ma io mi chiedo perché mai di questi tempi, quando la velocità Internet non si misura più in singole cifre ma in 10 o 100 Mbps, la velocità della connessione Internet del Brunei non è poi cambiata tanto, rimanendo indietro rispetto al resto del mondo in modo molto significativo. |
47 | ব্রুনাইয়ে ধীর গতি ইন্টারনেট সম্পর্কে উত্তরের দাবি জানিয়ে আবেদন জানানো হয়েছিলঃ | In cerca di risposte rispetto alla lentezza della connessione Internet del Brunei, è stata persino elaborata una petizione: |
48 | আমরা ব্রুনাইয়ের মানুষ জানতে চাই: | Noi, gente del Brunei, vogliamo sapere: |
49 | • ব্রুনাইয়ে ইন্টারনেট সংযোগের গতি ধীর কেন ? | • Perché la velocità della connessione Internet del Brunei è così lenta? |
50 | • ব্রুনাইয়ে ইন্টারনেট প্রবেশ অবিশ্বস্ত কেন ? | • Perché la connessione Internet del Brunei è inaffidabile? |
51 | • ইন্টারনেট প্রবেশাধিকার কবে নির্ভরযোগ্যতায় উন্নিত করা হবে ? | • Quando verrà migliorata l'affidabilità del servizio Internet. |
52 | জো কিং মনে করেন, টেলিফোন কোম্পানিকে সেবা উন্নত করার জন্য চাপ দেওয়া হয় নাঃ | Joe King pensa che i provider delle reti Internet non subiscano alcun genere di pressione che li spinga a migliorare il servizio fornito: |
53 | সমস্যা হচ্ছে, এখানকার বাজারে তারা একচেটিয়া ব্যবসা করে। তাই তারা আমাদের যা প্রয়োজন তা দিতে চাপ অনুভব করে না। | Il problema è che qui hanno il monopolio del mercato e non sono spinti a fornire il servizio di cui abbiamo bisogno. |
54 | ভালো মানের সেবা পেতে আপনারা কে কে তা বন্ধ রাখতে পারেন ? | A chi altri possiamo rivolgerci per ottenere un servizio di qualità? |
55 | তারা শুধুমাত্র আপনার টাকা পেতে চায়। | Loro vogliono solo fare soldi. |