# | ben | ita |
---|
1 | হংকং: বাক স্বাধীনতা সংরক্ষণ করা | Hong Kong: manifestazione a difesa della libertà di parola |
2 | ২০০৯ সালের ২২শে ফেব্রুয়ারী ১০০ জনের বেশী হংকংবাসী পথে নেমে এসেছিল হংকংএ বাক স্বাধীনতা ভীতিজনকভাবে কমে যাওয়ার প্রবণতার প্রতিবাদ করতে। | Il 22 febbraio scorso oltre un centinaio di cittadini di Hong Kong sono scesi in strada per dimostrare contro le continue minacce alla libertà di espressione nel Paese. |
3 | সিটিজেন্স রেডিও এই বিক্ষোভের প্রস্তাব করে আর একে সমর্থন দেয় অন্যান্য গনতান্ত্রিক প্রতিষ্ঠান যার মধ্যে আছে আরটিএইচকে বাঁচানোর প্রচারণা, হংকং মানবাধিকার মনিটর আর হংকং এ প্যান - গণতান্ত্রিক রাজনৈতিক জোট। | La protesta è stata organizzata da Citizens' Radio [cin], e sostenuta da altre istituzioni democratiche quali la campagna Save RTHK [in], Hong Kong Human Right Monitors [cin] e dall'alleanza pan-democratica di Hong Kong. |
4 | ‘নাগরিক রেডিওকে সমর্থন কর' আর ‘আরটিএইচকে কে সমর্থন কর' হচ্ছে বিক্ষোভকারীদের সব থেকে বেশী বলা স্লোগান। | Gli slogan più frequenti intonati dai manifestanti sono stati, “Sosteniamo Citizens' Radio” e “Sosteniamo RTHK”. |
5 | বিক্ষোভকারীরা অখুশী ছিলেন নাগরিক রেডিওর কিছু বাছাই করা অনুষ্ঠানের অতিথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় যার মধ্যে আছেন ৭৮ বছর বয়সী গণতান্ত্রিক বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সেজেতো ওয়াহ আর কমিউনিস্ট বিরোধী সংস্থার ভূতপুর্ব প্রধান, চীনের দেশাত্মবোধক গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে হংকং জোট। | I dimostranti si sono detti insoddisfatti della persecuzione mirata contro alcuni ospiti del programma Citizens' Radio, tra cui il signor Szeto Wah, personaggio di spicco tra i fautori della democrazia, ex presidente dell'organizazzione anticomunista Hong Kong Alliance in Support of Patriotic Democratic Movements of China [cin]. |
6 | একই সময়ে, বিক্ষোভকারীরা ক্ষুব্ধ ছিল একটা স্বাধীন জনতার প্রচারমাধ্যম হিসাবে আরটিএইচকে কে পরিবর্তন না করতে চাওয়ায়। | I manifestanti hanno protestato anche contro il rifiuto di rendere indipendente RTHK, emittente a partecipazione statale molto critica nei confronti del Governo. |
7 | জনাব সেজেতো ওয়াহ সাহসের সাথে বলেছেন যে হংকং এ স্বাধীনভাবে কথা বলার স্থানের দাবীর জন্য তিনি বাকি জীবন জেলে থাকতে ভয় পাননা! | Szeto Wah ha coraggiosametne affermato di non aver paura di trascorrere il resto della vita in carcere, se si tratta di difendere la libertà di parola a Hong Kong. |
8 | অনুষ্ঠানের একজন উপস্থাপক, অ্যাঞ্জেল লি তার ব্লগে লিখেছেন যে: | Una delle persone importanti presenti alla manifestazione, Angel Lee [cin] ha scritto sul suo blog: |
9 | আমি সচারচর বিক্ষোভে অংশগ্রহন করিনা। | Partecipo raramente alle manifestazioni. |
10 | এইবার আমি বাইরে এসেছি কারন আমি বাক স্বাধীনতার মূল্য দেই। | Questa volta ho scelto di esserci perchè ho a cuore la libertà di parola. |
11 | আর্ন্তজাতিক শহর হিসাবে, হংকং এর ক্ষমতা আছে বিভিন্ন মতের বিভিন্ন চ্যানেল গ্রহন করার, নাগরিকদেরও আরো বাছাই এর সুযোগ থাকুক আর এটা হংকংকে উন্নয়নের জন্য আরো সুন্দর বানায়। | Come città internazionale, Hong Kong può permettersi di far convivere posizioni che rispecchiano opinioni diverse: consentiamo a noi cittadini di avere più scelte, e faciliteremo lo sviluppo del Paese. Anche un altro partecipante alla manifestazione, XOX [cin], sostiene la lotta per la libertà di parola a Hong Kong: |
12 | আর একজন অংশগ্রহণকারী, এক্সওএক্স হংকং এ বাকস্বাধীনতার সংগ্রামকে সমর্থন করেন: | Sono ancora un pò stanco, dopo la marcia di ieri, ma ne è valsa la pena. |
13 | গতকালের মিছিলের পরে এখনো একটু ক্লান্ত। | La persecuzione mirata di People Radio è talmente ingiusta. […]. |
14 | কিন্তু এটা ঠিক ছিল। | Dunque, libertà! |
15 | নাগরিক রেডিওর বাছাই করা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা খুবই অন্যায়…তাই স্বাধীনতা! | Mi sono commosso quando zio Wah (Szeto Wah) ha detto che avrebbe preferito la galera. |
16 | কিছুটা ছুঁইয়ে গেছে যখন চাচা ওয়াহ (সেজেতো ওয়াহ) বললেন যে উনি জেলে যেতে প্রস্তুত। | Non volgio affatto che ci vada, considerata la sua età e tutto il resto. |
17 | আমি আসলেই চাইনা যে উনি জেলে যাক, তার বয়স আর সব কিছু বিবেচনা করে। ডোনাল্ড সাং এর লেখা একটা পোস্টের উত্তরে, পাংজিন হাফ ছেড়েছেন: | Rispondendo a un ulteriore post sui Sette Peccati Capitali della leadership di Donald Tsang pangtszyin[cin] commenta laconico: |
18 | আমার দৃষ্টিতে, হংকং মিডিয়ার উচ্চ মাত্রার স্বাধীনতা আর স্বচ্ছতা ছিল, কিন্তু এখন সব কমে যাচ্ছে। | Secondo me, i media di Hong Kong una volta avevano un alto livello di libertà e trasparenza, ma ora stanno tutti deperendo. |
19 | ফেসবুকের এই ইভেন্ট পাতায় কিছু আলোচনাও আছে আর নীচের ইউটিউব ভিডিও মিছিলের পরে সরকারের কেন্দ্রীয় অফিসের বাইরে কন্সার্ট শোনা যাবে: | Altre discussioni si trovano sulla pagina Facebook dedicata all'evento [cin], mentre il video che segue documenta il concerto svoltosi davanti alla sede centrale del Governo subito dopo la manifestazione: |