# | ben | ita |
---|
1 | চীন: নেট আসক্তির জন্য দেয়া বৈদ্যুতিক শক বন্ধ করা | Cina: sospesa la “cura” dell'elettroshock per la “Net Addiction” |
2 | চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে ‘ইন্টারনেট আসক্তির' জন্য বৈদ্যুতিক শক চিকিৎসা পদ্ধতি বন্ধ করা দরকার। | Recentemente il Ministro della Sanità ha annunciato la sospensione dell'elettroshock [it] nei casi della cosidetta “Internet addiction” [it]. |
3 | বিতর্কিত এই বৈদ্যুতিক শক পদ্ধতি সম্প্রতি কিছু চীনা ক্লিনিকে ব্যবহার করা হয়েছে তরুণদের ইন্টারনেট ‘আসক্তির' চিকিৎসা হিসাবে। | La controversa terapia negli ultimi tempi era stata impiegata in alcune cliniche per curare certi sintomi della “dipendenza” da Internet riscontrati nei giovani. |
4 | ইয়াং ইয়োংজিন কর্তৃক আবিষ্কৃত এই পদ্ধতিগুলো আদতে অবৈজ্ঞানিক আর কষ্টকর হিসাবে প্রমানিত হয়েছে। | Ora tali metodi, ideati da Yang Yongxin [cin], sono stati comprovati essere pratiche di tortura e antiscientifiche. |
5 | অনেক ব্লগার এই সংবাদে খুশী হয়েছেন। | Molti blogger applaudono la notizia. |
6 | নেট ইজি প্লাটফর্মের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন: | Un utente su Neteasy [cin] commenta così: |
7 | আপাতদৃষ্টিতে বৈদ্যুতিক শক ভুক্তভোগীকে নিজ থেকে ভালো করতে পারে। | La terapia dell'elettroshock può creare sofferenze di tipo soggettivo. |
8 | তবে নার্ভাস সিস্টেমে যে ক্ষতি হয় তার পরিমাপ এখনো নিশ্চিত না। | Non si conoscono tuttavia i danni arrecati al sistema nervoso. |
9 | আরো ঠিক মতো বললে, সহ্যক্ষমতা নির্ভর করে ভুক্তভোগীর উপরে আর আমাদের পক্ষে সম্ভব না নির্দিষ্ট কিছু মাত্রা ঠিক করা। | Per essere più precisi, il livello di resistenza dipende dallo stesso paziente ed è improbabile poter definire un criterio unico. |
10 | সিনা সাইটের একজন মন্তব্যকারী বলেছেন যে এটা খুবই অদ্ভুত যে কিছু বাবা মা কর্তৃত্বহীন ‘বিশেষজ্ঞদের' কথা বিশ্বাস করেন: | Un altro commento su Sina.com [cin] trova assai strano che alcuni genitori credano alle parole di “esperti” non autorizzati: |
11 | এখন প্রতিদিন কয়েক ঘন্টা ইন্টারনেটের সামনে কাটানো খুবই সাধারণ ব্যাপার। | Oggi è alquanto comune trascorre alcune ore online tutti i giorni. |
12 | বর্তমানে এটিতো ইন্টারনেটের যুগ! | Siamo nell'epoca di Internet! |
13 | তথাকথিত ‘নেট-আসক্তি' বিদেশী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ঠাট্টা মনে হতে পারে। | La cosidetta “net addiction” sembra uno scherzo agli occhi degli utenti stranieri. |
14 | কি বোকা এইসব বাবা মা যারা নকল কিছু বিশেষজ্ঞদের বিশ্বাস করেন যারা ‘নেট- আসক্তির' কথা বলে ভুল অর্থ বানাচ্ছে। | Come sono stupidi quei genitori che credono ai falsi esperti che fanno un sacco di soldi con il business legato alla “net addiction”. |
15 | একজন পরিচিত শিক্ষাবিদ আর ব্লগার ফাং ঝুজি বলেছেন যে আমাদের সাধারণ জ্ঞান আর মূল্যবোধের বিপরীতে এটা: | Fang Zhouzi [cin], noto studioso e blogger, dice che è contro il senso comune e l'etica: |
16 | চীন যে একবার বৈদ্যুতিক শক থেরাপি প্রয়োগ করেছে ‘নেট-আসক্তির' জন্য, এটা চিকিৎসার মূল্যবোধের বিরোধী। | Il fatto che la Cina abbia applicato la terapia dell'elettroshock per la “net addiction” è contro l'etica della medicina. |
17 | বৈদ্যুতিক শক বিতর্কিত থেরাপী আর অবশ্যাম্ভাবী পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে যদিও এটার কয়েক শতকের ইতিহাস আছে। | L'elettroshock è una terapia discutibile e produce ovvi effetti collaterali, pur essendo usata da alcuni decenni. |
18 | এখন এটাকে মাত্র কয়েক ধরনের চরম মানসিক ব্যাধি, বিশেষ করে হাইপোকন্ড্রিয়ার জন্য ব্যবহার করা হয় আর এটা বিভিন্ন ক্লিনিকের পরিক্ষার মাধ্যমে প্রমানিত হয়েছে। । | Attualmente viene applicata soltanto poche gravi malattie psicologiche, specie l'ipocondria per la quale è stata provata in vari esperimenti clinici. |
19 | মস্তিষ্কের কাজের ধরন পরিবর্তনের জন্য মস্তিষ্কে ইলেক্ট্রোনিক শক দেয়া কেবলমাত্র স্মৃতি নষ্ট করতে পারে আর কাযর্কর ক্ষমতা কিন্তু এর কার্যপ্রক্রিয়া এখনো জানা যায়নি। | Fornendo al cervello uno shock elettrico per cambiare le funzioni cerebrali si può danneggiare solo la memoria e la capacità cognitiva, ma il meccanismo d'azione rimane sconosiuto. |
20 | লিউ জিওইয়ুয়ান নামের একজন আইনজীবি তার ব্লগে লিখেছেন যে: | Un avvocato di nome Liu Xiaoyuan [cin] scrive sul proprio blog: |
21 | আমাদের সন্তানদের নিষ্ঠুর বৈদ্যুতিক শক থেরাপী নিতে রাজি করানোর আগে, আমার মনে হয় চিকিৎসা কেন্দ্রগুলো বাবা মাকে জানাবে না যে কি পরিমানে কষ্ট এতে হয় তাদের সন্তানদের, যার মানে তাদের জানার অধিকার লঙ্ঘিত হয়। | Prima di costringere i nostri figli ad accettare la crudele terapia dell'elettroshock, suppongo che le istituzioni mediche non dicano ai genitori la verità riguardo alla tortura inflitta così ai figli, comportando anche la negazione del diritto dei genitori a essere correttamente informati. |
22 | আমি কি সেই সব বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারি যারা ‘নেট-আসক্তি' নাম নকল করে আর এটা ঠিক করতে চেয়েছেন: আপনারা কি দেখতে পারেন আপনাদের থেরাপী এদের কি নির্যাতন আর অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলেছে? | Posso chiedere a quegli esperti, chi ha coniato il termine “net addiction” e chi dovrebbe “curarlo”? Riuscite a vedete l'inumanità e la tortura causate loro dalla vostra terapia? |
23 | যদি ‘নেট-আসক্তি' আসলেই কোন রোগ হয়, আপনারা ঔষধ দিয়ে এটা ঠিক করার কোন রাস্তা কি খুঁজে পেতে পারেন? | Se la “net addiction” è di fatto un tipo di malattia, non si può trovare un farmaco per curarala? |
24 | সব কিছু খুব বেশী নৃশংস! | Tutto ciò è troppo atroce! |
25 | কোন ধরনের নিশ্চয়তা আর নিরাপত্তা ছাড়া এই ধরনের অপক্ক চিকিৎসা প্রয়োগ করা গিনিপিগের মতো ব্যবহার করে এই সব বাচ্চাদের হারানোর সমান। | Applicare il trattamento poco studiato senza validità e sicurezza equivale a usare questi ragazzi come “cavie” da laboratorio. |
26 | ব্লগার হু হোং মনে করেন বৈদ্যুতিক শক থেরাপী কাজের আর অফিসিয়াল বিশ্বস্ততার অভাব নিদর্শন করে: | Il blogger Hu Yong [cin] ritiene che la terapia dell'elettroshock manchi di autenticità professionale e di credibilità ufficiale: |
27 | বিশেষজ্ঞরা যদি না জানেন ‘নেট-আসক্তির' সঠিক সংজ্ঞা সম্পর্কে আর এমনকি আর্ন্তজাতিক সংস্থাগুলোও এই প্রশ্নের ব্যাপারে সাবধান, আমরা কি করে এতো দ্বায়িত্বহীন হই আমাদের সন্তানদের এমন সব ক্লিনিকের বিশ্বস্ততা সম্পর্কে কোন প্রশ্ন ছাড়া পাঠানোর ব্যাপারে? | Se gli esperti non sono certi della definizione di “net addiction” e anche le organizzazioni mondiali sono caute sulla questione, come possiamo essere così irresponsabili da mandare i nostri figli in queste cliniche senza assicurarci della loro credibilità? |
28 | একটা বালক যে ‘বৈদ্যুতিক শক থেরাপি' পেয়েছিল সে হাসপাতালে থাকাকালীন তার অভিজ্ঞতা বর্ণনা করেছে: | Un ragazzo su cui è stata effettuata la ‘terapia dell'elettroshock' descrive la sua situazione [cin] quando è stato in ospedale. |
29 | আমি মনে করতে পারছি না তারা আমাকে ঠিক কয়টা বৈদ্যুতিক শক থেরাপী দিয়েছে কিন্তু তা কয়েক ডজনের কম হতে পারে না। তারা আমাকে আধা ঘন্টার মতো বিশ্রাম নিতে দিয়ে আবার শক দিতো। | Cercavo di rimanere in piedi, ma loro mi dissero che non ce l'avrei fatta e così mi diedero altri elettroshock nei trenta minuti successivi. |
30 | আমি দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছে যে আমি চাচ্ছি না সেখানে থাকতে আর তাই আমাকে আরো বেশ কয়েকটা বৈদ্যুতিক শক দিয়েছে শেষের কয়েক মিনিটে। | |
31 | আমি সহ্য করতে না পেরে শেষে ছেড়ে দিয়েছি। | Non sono riuscito a sopportare il dolore e alla fine ho dovuto arrendermi. |