Sentence alignment for gv-ben-20130610-36777.xml (html) - gv-ita-20130621-81061.xml (html)

#benita
1বাংলাদেশে ইউটিউব খুলে দেয়া হয়েছেBangladesh: YouTube torna attivo dopo 8 mesi di blocco governativo
2বাংলাদেশে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।
3উল্লেখ্য, মহানবী হযরত মুহম্মদ সা.
4-কে কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্রকে কেন্দ্র করে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে বিটিআরসি ইউটিউব বন্ধ করে দেয়। এর আগে বিটিআরসি গুগল কর্তৃপক্ষকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করে।Dopo 260 giorni di accesso limitato a YouTube, le autorità per le telecomunicazioni del Bangladesh hanno sbloccato il famoso sito di condivisione video [en, come tutti i link successivi salvo dove diversamente indicato] che era stato chiuso il 17 settembre 2012 dalla Commissione di regolamentazione delle telecomunicazioni del Bangladesh (BTRC) per impedire la visione del trailer di “Innocence of Muslims”, film di produzione statunitense, una parodia sull'Islam e Maometto.
5গুগল ভিডিও সরিয়ে ফেলতে অস্বীকৃতি জানায়। গত ৫ জুন ২০১৩ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।Prima di procedere alla chiusura del sito, l'autorità garante per le telecomunicazioni ha reclamato la rimozione del video da parte di Google che, secondo resoconti, non ha accettato la richiesta.
6ওইদিন বিকেল থেকেই বাংলাদেশের নেটিজেনরা সরাসরি ইউটিউব দেখতে পাচ্ছেন।L'accesso a YouTube è stato ripristinato il 5 giugno 2013, rendendolo nuovamente disponibile ai netizen bengalesi.
7ছবি উইকিমিডিয়া কমন্স থেকে।Immagine dell'utente HernandoJoseAJ, Wikimedia Commons.
8সিসি বাই-এসএPubblicata con licenza CC By-SA.
9এই ৮ মাস ইউটিউব আটকে রেখে দেশের অর্থনীতি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি ফাহিম মাশরুর ডয়েশে ভেলের সাথে এক সাক্ষাত্কারে বলেছেন, এই দীর্ঘসময় ইউটিউব বাংলাদেশে বন্ধ থাকায় আউট সোর্সিং শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।Secondo quanto dichiarato in un'intervista [bn] alla radio tedesca Deutsche Welle da Fahim Mashroor, l'ex segretario dell' Associazione bengalese per i software e i servizi informatici, la chiusura di YouTube ha inciso notevolmente sull'economia: la fenomenale crescita dell'outsourcing online dello scorso anno, con un fatturato di 57 milioni di dollari e un incremento annuo pari al 54%, è stata quest'anno limitata dagli 8 mesi di blocco del sito web.
10গত বছর বাংলাদেশে আউট সোর্সিং শিল্পে কাজ হয়েছে ৫৭ মিলিয়ন মার্কিন ডলারের।
11আর প্রবৃদ্ধি হয়েছে ৫৪%। কিন্তু গত ৮ মাস ইউটিউব বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে এবার এই পরিমাণ প্রবৃদ্ধি হবে না।Si è inoltre verificata una perdita non solo a livello economico ma anche culturale, in quanto un gran numero di studenti, insegnanti e ricercatori non hanno potuto accedere ai video di istruzione presenti sul sito.
12শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, শিক্ষাক্রম বা গবেষণা উপাদান ইউটিউবে দেখতে না পারায় বাংলাদেশের অনেক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
13ইউটিউব খুলে দেয়ায় নেটিজেনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
14আনন্দে উচ্ছ্বসিত হয়ে খালেদুর রহমান (@KRSHAKIL) টুইটারে লিখেন:Gli internauti hanno celebrato il ritorno di YouTube.
15@KRSHAKIL: ‘মুক্তি' পেল ইউটিউব ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম!Khaledur Rahman Shakil (@krshakil) manifesta così la sua gioia:
16জয় স্বাধীনতা।@krshakil: YouTube è libero!
17নীল অপরাজিতা (@oporajita789) ফেসবুক, টুইটার সবখানেই ইউটিউব মুক্তির আনন্দ-উচ্ছ্বাস দেখে টুইট করেছেন:
18@oporajita789: ইউটিউব জেলখানা থেকে ছাড়া পাওয়ার আনন্দে ফেসবুক-টুইটার-এ যেদিকে তাকাই, যেখানে চোখ যায়… অইস!!
19খালি ইউটিউব আর ইউটিউব!Lo accogliamo con ghirlande di fiori.
20#ফিলিংগ্রেটViva la libertà.
21ইউটিউব বন্ধ থাকলেও বাংলাদেশে নানাভাবে এটা দেখা যেত।Neel Aparajita (@oporajita789) celebra la ritrovata libertà dei social network:
22সেটা স্মরণ করে আশিকুর রহমান (@ashicunnoor) টু্‌ইটারে লিখেছেন:@oporajita789: Tutti sui social media esultano per la liberazione di YouTube dalla censura…!!
23@ashicunnoor: ডিজিটাল বাংলাদেশের স্বাধীনতা… সোজা পথে অনেকদিন পর ইউটিউবে হান্দাইলাম… #চৌক্ষেপানি!Tutti ne parlano #èbellissimo. Anche se YouTube era bloccato, alcuni sono stati in grado di accedervi ugualmente, come ricorda Ashickur Rahman Noor (@ashicunnoor) su Twitter:
24৮ মাস ইউটিউব বন্ধ রাখায় সরকারের কী লাভ হয়েছে সেই প্রশ্ন তুলেছেন ব্লগার বাহাদুর বাপ্পী।@ashicunnoor: Il Bangladesh Digitale è libero… :) Finalmente si può andare su YouTube senza dover aggirare i filtri di restrizione… #lacrimedigioia! :)
25তিনি সামহোয়্যার ইন ব্লগে লিখেছেন:Il blogger Bahadur Bappi Bahadur Bappi si chiede, sul blog Somewhereinblog.net, perché YouTube sia stato bloccato così a lungo:
26আমার প্রশ্ন হৈল এই ৮ মাস ইউটিউবকে আটকিয়ে রেখে সরকার কি এমন লাভ করলো??Quel che mi chiedo è: che cosa ha ottenuto il governo bloccando YouTube per otto lunghi mesi??