# | ben | ita |
---|
1 | ইরান: ছাত্র দিবসে বিক্ষোভের পরিকল্পনা চলছে | Iran: nuove proteste contro il regime in occasione dell'annuale “Giornata degli Studenti” |
2 | ডিসেম্বরের ৭ [ ১৬তম আজার] তারিখে ইরানের ‘ছাত্র দিবস' এর প্রাক্কালে ইরানের ছাত্রদের প্রতি অত্যাচারের প্রতিবাদ বিশ্বব্যাপী আয়োজন করা হচ্ছে। | Manifestazioni contro la repressione degli studenti iraniani sono state organizzate in tutto il mondo in occasione del 7 dicembre, “Giornata degli Studenti” in Iran [nel calendario persiano è il sedicesimo giorno del mese di Azar]. |
3 | গত বছর হাজার হাজার প্রতিবাদকারী ইসলামী শাসকদের উপেক্ষা করে ছাত্র দিবসের দিনে। তারা সরকারের পররাষ্ট্র নীতির প্রতিবাদ জানিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের নেতা আলি খামেনির বিরুদ্ধে স্লোগান দেয়। | L'anno scorso, durante la Giornata degli Studenti [it], migliaia di manifestanti avevano sfidato il regime islamico al ritmo di slogan contro Ali Khamenei, Guida Suprema della Repubblica Islamica, contestando la rielezione di Ahmadinejad, la politica estera del governo e scandendo il motto “Dov'è il mio voto?” |
4 | আর তারা ‘আমার ভোট কোথায়?' | [en]. |
5 | | [Quest'anno le proteste, dopo la repressione attuata dal governo, si sono svolte in tono minore: si sono comunque svolte piccole manifestazioni in diverse università del Paese. |
6 | বলেও স্লোগান দিয়েছেন। | Si riporta l'arresto di cinque studenti.] |
7 | লন্ডন থেকে সবুজের বার্তা | L'appello Verde da Londra: |
8 | লন্ডন গ্রীন মুভমেন্ট একটা গণ ইমেইলের মাধ্যমে আমন্ত্রন জানিয়েছে লন্ডনবাসীকে: | Il London Green Movement [en] (Movimento Verde di Londra) ha inviato massivamente ai londinesi email e inviti a partecipare: |
9 | ১৬ আজার সব সময়ে ইরানী ছাত্র বিদ্রোহের প্রতীক হিসাবে ধরা হয়েছে যা স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে আর গণতন্ত্র আর স্বাধীনতার দাবি করছে ১৯৫৩ সাল থেকে। তারপরেও প্রত্যেকবার দমনের চেষ্টা করা হয়েছে, যতই অসফল হোক না কেন, স্বৈরশাসক দ্বারা ছাত্রদের কণ্ঠ রোধ করার জন্য! | Il 16 di Azar viene da sempre considerato il giorno simbolo del movimento studentesco iraniano contro la tirannia e per la democrazia e la libertà sin dal 1953; ciò nonostante la dittatura ha fatto di tutto, per quanto senza successo, per cercare di reprimere e mettere a tacere le voci degli studenti! |
10 | আবারো, আমরা ইরানী ছাত্রদের সাথে দাঁড়াব তাদের গণতন্ত্র আর স্বাধীনতার জন্য সংগ্রামে, সেই সকল সাহসী ব্যক্তিদের স্মরণ করে যারা তাদের অধিকারের জন্য দাঁড়িয়েছেন আর অত্যাচারী আই আর আই কে দমন আর পক্ষপাতিত্বের বিরুদ্ধে বলেছেন, মাজিদ তাভাকোলিসহ আরো ৭০ জন ছাত্র যারা তখন থেকে বন্দী আছেন আর আরো অনেকে যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে ইরান ব্যাপী তাদের বাক স্বাধীনতা আর জমায়েত হওয়ার অধিকারকে কাজে লাগাবার জন্য! | Ancora una volta ci uniremo per sostenere gli studenti iraniani nella loro lotta per la democrazia e la libertà, nel ricordo di quegli spiriti coraggiosi che hanno lottato per i loro diritti e hanno denunciato apertamente il dispotismo e la brutale repressione da parte dell'IRI, come Majid Tavakoli [it] e altri 70 e più studenti che da allora sono finiti in prigione, e anche molti altri che sono stati espulsi dalle università in tutto l'Iran per aver esercitato il loro diritto alla libertà di parola e di associazione! |
11 | এই উপলক্ষ্যে একটা ইউটিউব ভিডিও বের করা হয়েছে ইরানী বিক্ষোভ প্রচারণার উপর বেশ কিছু ছবি দিয়ে। | Per l'occasione è stato pubblicato su Youtube un video con una serie di foto del movimento di protesta degli studenti. |
12 | খালি চেয়ারের বিক্ষোভ: | La protesta delle sedie vuote |
13 | পলিটিক্সঅফরেসিস্টেন্স নেদারল্যান্ড থেকে লিখেছেন: | Politicsofresistance, dai Paesi Bassi scrive [en]: |
14 | ইরানী ছাত্রদের লাগাতার হয়রানির মুখে, আমরা খালি চেয়ারের একটা প্রতিবাদ করেছি রিটভেল্ড একাডেমি শিল্প আর ডিজাইনের আমস্টারড্যামে। | In risposta all'incessante persecuzione degli studenti iraniani, alla Rietveld Academy of Art and Design di Amsterdam abbiamo organizzato una protesta delle sedie vuote. |
15 | ছাত্ররা বাড়িতে প্রবেশ করে খালি চেয়ারের একটা শ্রেনী কক্ষ দেখবেন। | Entrando nell'edificio, gli studenti si troveranno in un'aula dalle sedie vuote. |
16 | কেউ কেউ এই তথ্য পড়ে তাদের কাজে লেগে যাবেন। | Alcuni, letta la nota informativa, continueranno con le loro occupazioni. |
17 | অন্যরা হয়তো বসে ইরানের আর একজন ছাত্রের জন্য কিছু লিখবেন। | Altri si siederanno e scriveranno una lettera a favore di qualche studente iraniano. |
18 | এই বার্তা অল্প কারো কাছে বা তাদের পরিবারের কাছে পাঠানো হবে। | Questi messaggi verranno spediti agli studenti e alle loro famiglie. |
19 | এই সাইটও বেশ কিছু ছবি প্রকাশ করেছে (একটা উপরে) আর বলেছে: | Sullo stesso sito sono state pubblicate alcune foto (di cui una nel video riportato sopra), e vi si legge: |
20 | এখন প্রায় ১০০ জন ছাত্র জেলে আছেন। | Circa 100 studenti si trovano attualmente in prigione. |
21 | ১০০ জনের উপরের ছাত্রকে বহিষ্কার করা হয়েছে আর ইরানের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ থেকে অগুন্তি সংখ্যক ছাত্রকে নিষিদ্ধ করা হয়েছে। | Altri, più di 100, sono stati espulsi, e a un numero imprecisato è stato vietato l'accesso alle università iraniane. |
22 | বিশ্ববিদ্যালয় জীবন্ত | L'università vive |
23 | ইরানী ব্লগার আবাই বলেছেন ১৬তম আজারের পরিকল্পনা দেখাচ্ছে যে বিশ্ববিদ্যালয় এখনো জীবন্ত তার শরীরের সকল ক্ষত সত্ত্বেও। | Secondo Abai [fa], un blogger iraniano, i preparativi per il 16 di Azar dimostrano che l'università è ancora viva nonostante tutte le ferite di cui soffre. |
24 | ব্লগার বেশ কয়েকজন জেলে থাকা আর সাজাপ্রাপ্ত ব্লগারের নাম করেছেন যার মধ্যে মাজিদ তাভাকোলি আছেন। | Il blogger cita i nomi di altri autori di blog incarcerati e perseguitati, come Majid Tavakoli [it]. |
25 | ইউটিউবে আর একটা ভিডিও দাবি করছে তেহরান বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জমায়েত হয়ে ‘স্বৈরচারী নিপাত যাক' স্লোগান দিতে ডিসেম্বর ৬ তারিখে। | Un altro video su Youtube mostra un gruppo di studenti radunatisi il 6 dicembre scorso all'Università di Teheran al grido di “Abbasso il dittatore”. |