# | ben | ita |
---|
1 | শান্তি মিছিলঃ ‘উত্তর মায়ানমারের সহিংসতা বন্ধ হোক’ | Myanmar: marcia della pace per fermare la violenza nel nord del Paese |
2 | গত ২১শে জানুয়ারী তারিখে সন্নাসিসহ ৫০ জনের শান্তি মিছিলকারীদের একটি দল সাবেক রাজধানী ইয়াংগুন হতে পায়ে হেঁটে উত্তর মায়নমারের অন্তর্গত কাচিন শহরের উদ্দেশে তাদের ১,৩০০ কিলোমিটার পথ যাত্রা শুরু করেছে। | Il 21 gennaio scorso un gruppo di 50 manifestanti per la pace, inclusi diversi monaci, ha iniziato un tragitto a piedi di 1.300 km dall'ex capitale del Myanmar, Yangon, diretto verso lo stato di Kachin [it]. |
3 | প্রচারকার্যের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সরকারের সামরিক বাহিনীর সঙ্গে কাচিন স্বাধীনতা সৈন্যবাহিনীর (কেআইএ) বিদ্যমান সংঘাত সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এবং তা বন্ধের দাবি। | Lo scopo primario di questa campagna è quello di accrescere la consapevolezza e chiedere un arresto del conflitto continuo tra le forze militari del governo e l'Esercito Indipendente Kachin (KIA [en]). |
4 | মিছিলকারীদের প্রায় ২৫ জন আগামী দুই মাসের মধ্যে তারা তাদের গন্তব্য অর্থাৎ লাইজা শহরে অবস্থিত কেআইএ-র হেডকোয়ার্টারে পৌঁছানোর আশা করছেন। | Circa 25 manifestanti nutrono la speranza di raggiungere la loro destinazione, la città di Laiza, dove si trova il quartier generale del KIA, in due mesi. |
5 | মিয়া থিয়েন লুথুরথান [বর্মী ভাষায়] ব্লগে লিখেছেন যে | Mya Thien ha scritto sul blog Luthuorthan [my, come gli altri link, eccetto ove diversamente segnalato]: |
6 | …৬০ বছর আগে থেকে শুরু হওয়া এই যুদ্ধের কারণে জাতি এবং জনগণ অনেককিছুই হারিয়েছে। | …la nazione e il suo popolo hanno perso moltissimo a causa della guerra, iniziata più di 60 anni fa. |
7 | যুদ্ধটির কারণে অনেক ভোগান্তি হয়েছে; ভোগান্তির শিকার এই শিশু, বয়স্ক এবং নিরপরাধ জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে এবং আমাদের দেশের গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে বিষণ্নতার একটি চিহ্ন। | La guerra ha causato innumerevoli sofferenze; i bambini, gli anziani e gli innocenti che hanno fatto parte delle vittime sono un simbolo tristissimo per le comunità internazionali, oltre che una battuta d'arresto verso la transizione democratica del nostro Paese. |
8 | ইয়াংগুনে শান্তি মিছিলকারীরা। | I manifestanti per la pace a Yangon. |
9 | ছবিটি ফেসবুকের ফ্রিডম নিউজ গ্রুপ (বার্মা) থেকে নেওয়া। | Foto presa dalla pagina Facebook del Freedom News Group (Birmania) |
10 | গোষ্ঠীটির একজন সংগঠক ইয়ান নাইং তুন বলেন যে | Yan Naing Tun, uno degli organizzatori del gruppo, spiega: |
11 | আমরা গাড়ি কিংবা বাইসাইকেলে ভ্রমণ বেছে নিতে পারতাম; কিন্তু যেহেতু আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছি তাই এটার জন্য আমরা আমাদের সহিষ্ণুতার প্রমাণ দিচ্ছি | Potevamo scegliere se viaggiare in auto o in bicicletta; ma se dobbiamo ottenere la pace, dobbiamo anche dimostrare la nostra resistenza. |
12 | সরকার গত সপ্তাহে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও কাচিনরা দাবি করেছে যে যুদ্ধ চলছে। | Sebbene il governo abbia annunciato un cessate il fuoco unilaterale la scorsa settimana, i Kachin sostengono invece che la violenza non si è fermata. |
13 | খোন জা নামের কাচিন জাতি গোষ্ঠীর একজন তার ফেসবুকে লিখেছেন যে | Khon Ja, di etnia Kachin, scrive sulla sua pagina Facebook: |
14 | ২৩শে জানুয়ারী ২০১৩ | 23 gennaio 2013 |
15 | লাজা ইয়াং এবং লাইজার মধ্যবর্তী হকা ইয়া-তে যুদ্ধ অব্যাহত রয়েছে। | La lotta a Hka Ya, tra Laja Yang e Laiza, continua. |
16 | ৫নং এবং ৬নং সীমান্ত চিহ্নের আইডিপি ক্যাম্পের নিকটবর্তী পাং ওয়ার কাছাকাছি লুপিতে ২টি হেলিকপ্টার অবতরণ করে সৈন্য ও অস্ত্র নামিয়েছে। | Due elicotteri sono atterati a Lupi, vicino a Pang Wa, nei pressi dei campi profughi del Confine 5 e del Confine 6, hanno sganciato truppe e armi. |
17 | পশ্চিম বানমাও (ইরাবতী নদীর পশ্চিম তীর) এবং উত্তর শ্বেগু'র গাও গয়াই উপত্যকার মোট ১২টি গ্রামের ১৩৩৯ জন গ্রামবাসী আটকা পড়েছে। | Un totale di 12 villaggi e 1339 persone sono intappolate tra la valle Gaw Gwi, la parte occidentale di Banmaw (la riva occidentale del fiume Irrawaddy) e la parte settentrionale di Shwegu. |
18 | এছাড়াও পাদাং হই তার স্ট্যাটাসে মন্তব্য করেছেন।. | E Padang Hoi commenta: |
19 | রাষ্ট্রপতি থেইন সেইন এবং ইয়ে হতুত ১৮-০১-২০১৩ তারিখে অনাক্রমণ ঘোষণা করেছেন, তাহলে বার্মার সেনাবাহিনী কেন কায়ারে আক্রমণ অব্যাহত রেখেছে এবং আজকেও পাঙওয়াতে কমপক্ষে ৭টি হেলিকপ্টার ব্যবহার করেছে… এর মানে কী? … | Il 18-01-2013 il presidente Thein Sein e il portavoce Ye Htut hanno annunciato che non ci sarebbe stata nessuna offensiva, ma allora perché l'offensiva dell'esercito birmano sta continuando a Hkayar e, oggi, con l'uso di sette elicotteri, anche a Pangwa… cosa significa? … |
20 | শরণার্থী শিশুরা। | Bambini sfollati. |
21 | ন্যাশনাল লীগ ফর অল বার্মিজ রিফিউজিস থেকে নেওয়া চিত্র | Immagine della Lega Nazionale per tutti i Profughi Birmani. |
22 | ২০১১তে সরকার এবং বিদ্রোহী দলের মধ্যে নতুন করে সৃষ্ট সহিংসতায় ৯০, ০০০-এর চেয়েও বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। | Le rinnovate violenze del 2011 tra le forze governative e i gruppi di ribelli hanno dislocato 90.000 civili. |
23 | ন্যাশনাল লীগ ফর অল বার্মিজ রি্ফিউজিস [বর্মী ভাষায়] রিপোর্ট করেছে যে এই সংঘর্ষের জেরে কাচিন উদ্বাস্তু শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারছে না এবং তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গিয়েছে। | La Lega Nazionale per tutti i Profughi Birmani seganal che i bambini Kachin sfollati hanno perso un anno scolastico a causa del conflitto. |
24 | সরকারী অনুমতিপত্র না নেওয়ায় এবং আইন ভঙ্গের দায়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ শান্তি মিছিলকারীদেরকে বাঁধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। | I manifestanti per la pace sono stati bloccati dalle autorità locali e dalla polizia perché privi di permesso ufficiale e per aver quindi infranto la legge. |
25 | অং মিন নাইং নামের একজন মিছিলকারী কর্তৃপক্ষকে জবাব দিয়েছেন যে | Aung Min Naing risponde così alle autorità: |
26 | আমরা বিক্ষোভ প্রদর্শন করছি না। | Noi non stiamo protestando. |
27 | আমরা এখানে মায়ানমারের জনগণের শান্তির এবং দেশের ভিতরে যুদ্ধ বন্ধের জন্যে এসেছি… আর একারণেই আমরা সরকারী অনুমতিপত্রের জন্যে আবেদন করিনি; কিন্তু আমরা রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবগত করে তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছি। | Siamo qui per la pace dei popolo birmano e per fermare le guerre intestine al paese… è per questo che non abbiamo richiesto un permesso ufficiale; ma abbiamo informato e chiesto aiuto alle rispettive organizzazioni e anche al presidente. |