# | ben | ita |
---|
1 | মায়ানমার: নতুন পতাকা ও নাম | Myanmar: nuova bandiera e nuovo nome, ma molti sono scettici… |
2 | গত সপ্তাহে প্রথমবারের মত মায়ানমারের নতুন জাতীয় পতাকা উন্মোচিত হল। | La scorsa settimana è stata presentata la nuova bandiera del Myanmar [it, come tutti i link successivi tranne ove diversamente indicato]. |
3 | সরকারপন্থী এক প্রচার মাধ্যম অনুসারে স্টেটস পিস এন্ড ডেভলপমেন্ট কাউন্সিল অফিস (রাষ্ট্রীয় শান্তি এবং উন্নয়ন পরিষদ)-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবং প্রধানমন্ত্রী উ থিন সিয়েন সেখানে উপস্থিত ছিলেন। | Secondo un sito di informazione filo-governativo, l'evento si è tenuto presso l'Ufficio del Consiglio di Stato per la Pace e lo Sviluppo, alla presenza del Primo Ministro U Thein Sein. |
4 | স্বাধীন প্রচার মাধ্যম গ্রুপ দি ইরাওয়াদ্দি নতুন পতাকা সম্বন্ধে আরো অনেক তথ্য জানাচ্ছে। | Il gruppo di testate indipendenti, The Irrawaddy, fornisce maggiori informazioni [en]: |
5 | ২০০৮ সালের সংবিধান অনুসারে নতুন জাতীয় পতাকা তৈরি করা হয়েছে। পতাকায় হলুদ, সবুজ এবং লালের পটভূমির মাঝে একটি তারা বসানো হয়েছে। | La nuova bandiera, designata tale dalla Costituzione del 2008, ha una stella centrale su sfondo giallo, verde e rosso. |
6 | সরকারি ভাবে পতাকা নামানোর সময়, সরকারের একদল কর্মকর্তা, যার কিনা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে তারা পতাকা নামিয়ে ফেলবে, সে সময় সেই সমস্ত কমকর্তারা নতুন পতাকা উঠাবে যারা, বুধবারে জন্মগ্রহণ করেছে। | Le vecchie bandiere saranno ammainate da funzionari del governo nati di martedì, mentre le nuove bandiere saranno issate da funzionari nati di mercoledì. |
7 | প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রানুযায়ী পোশাক কারখানাগুলো এক মিলিয়ন (১০ লক্ষ) পতাকা তৈরি করেছে। | Sono state prodotte un milione di bandiere dall'industria tessile, secondo alcune fonti all'interno del Ministero della Difesa. |
8 | পতাকার সবুজ রং শান্তি, হলুদ ঐক্য এবং লাল রং বীরত্বপূর্ণ সাহসের প্রতীক। | Ufficialmente il colore verde della bandiera rappresenta la pace, il giallo la solidarietà e il rosso il valore. |
9 | নতুন পতাকার সাথে মায়ানমারের নতুন নামকরণ করা হয়েছে। সরকারিভাবে এখন দেশটিকে রিপাবলিক অফ দি ইউনিয়ন অফ মায়ানমার নামে জানা যাবে। | Il Myanmar avrà anche un nuovo nome: è da ora riconosciuto ufficialmente come Repubblica dell'Unione del Myanmar, non più con la vecchia dicitura di Unione del Myanmar. |
10 | এর আগে দেশটির নাম ছিল ইউনিয়ন অফ মায়ানমার। | Quali le reazioni online? |
11 | এই সব পরিবর্তনের ক্ষেত্রে মায়ানমারের নেট নাগরিকদের প্রতিক্রিয়া কি? | |
12 | ডন_১০৯ নতুন নতুন পতাকাটিকে পছন্দ করছেন না। | A dawn_1o9 [en] la nuova bandiera non piace: |
13 | এইমাত্র সংবাদ পেলাম যে আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের জাতীয় পতাকা পরিবর্তিত হয়েছে। | Ho appena ricevuto la notizia che la bandiera del nostro Paese è cambiata ufficialmente. |
14 | এবং আমি এখানে তা দেখতে পেলাম। এক্ষেত্রে আমি জোর গলায় বলতে চাই: নতুন পতাকাটি আমি পছন্দ করিনি!!! | E qui lo dico, lo urlo: NON MI PIACE LA NUOVA BANDIERA!!! |
15 | যখন আমি এই পতাকাটিকে দেখি, তখন আমি কোন ধরনের স্বদেশ প্রেম অনুভব করি না। | Non provo nessun sentimento di patriottismo quando la vedo. |
16 | যদি নতুন পতাকার তারাটি বাদ দেওয়া হয়, তাহলে তার রঙ লিথুনিয়ার জাতীয় পতাকার মত, যদিও উভয়ের রঙের তারতম্য ভিন্ন। | Lo schema cromatico è lo stesso della bandiera della Lituania, meno che per la stella e per la tonalità dei colori, che è differente. |
17 | কেবল আমি একাই এ রকমটা অনুভব করি না। | Non sono l'unico a pensarla in questo modo. |
18 | অনেকেই এতে ক্ষুব্ধ। | In molti si sono indignati. |
19 | ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা একটা অপমান। | Personalmente, considero tutto ciò come un insulto. |
20 | “মনে হচ্ছে এটা একটা পেশাদার নয় এমন কারো হাতে তৈরি বাজে জিনিস, যা মাইক্রোসফট পেইন্ট থেকে বের হয়ে এসেছে” এটা আমার নয়: আমার এক বন্ধুর ভাষ্য। | “Sembra una schifezza a buon mercato e amatoriale, fatta con [il software] Paint”: parole di un mio amico - non mie. |
21 | এই সেই পুরোনো পতাকা। | Questa è la vecchia bandiera. |
22 | এখানে নীল শান্তি এবং স্থায়িত্বের প্রতীক, লাল সাহস এবং বীরত্বের প্রতীক। | |
23 | এখানে যে ১৪ টি তারা রয়েছে তা এদেশের ১৪ টি প্রদেশ এবং বিভাগের প্রতীক। এখানে যে চক্র রয়েছে, তা দেশটির কর্ম শক্তির প্রতীক, আর ধানের শীষ দেশের কৃষকদের কথা বলছে। | Il blu simboleggia pace e stabilità, il rosso valore e coraggio, 14 stelle, una per ogni stato e divisione, il pignone richiama la classe lavoratrice del Paese, mentre la pannocchia di riso ne rappresenta la classe contadina. |
24 | আমি সেই পুরোনো পতাকাটিকে পছন্দ করি এবং যতই তারা জাতীয় পতাকা বদল করুক না কেন, এটা সবসময় আমার কাছে আমার দেশের জাতীয় পতাকা হয়ে থাকবে। | Io amo questa bandiera, e resterà per sempre la bandiera del mio Paese, non importa quanto la vogliano cambiare. |
25 | ভদ্রমহিলার ব্লগে এই বিষয়ে একটা কৌতুহলজনক আলোচনা রয়েছে। | Riportiamo, dal suo blog, un'interessante conversazione sull'argomento: |
26 | আউলহাম: এখানে হলুদ রঙ শোয়েকে উপস্থাপন করছে (লেখকের ভাষ্য: থান শোয়ে মায়ানমারের শাসক), পতাকায় যে সবুজ রঙ রয়েছে সেটির মানে টাকা এবং আর এখানে উপস্থিত লাল রঙ জনতার রক্ত। | awoolham: Il giallo sta per Than Shwe, il verde per i soldi e il rosso per il sangue della popolazione. |
27 | ইআই_এনজেল: কি এক বিচিত্র বিষয়!! | ei_angel: Cosa? |
28 | তারা এটিকে বদলাতে পারে না। | Non possono già cambiarla. |
29 | ভাইসব, আমি এই পতাকাটিকে ঘৃণা করি। | Odio quella bandiera. |
30 | এটিকে দেখতে অনেকটা ইথিওপিয়া বা ঘানার পতাকার মত। | Sembra la bandiera dell'Etiopia o del Ghana. |
31 | কাজেই দেশটির নামও রিপাবলিক অফ মায়ানমার থেকে বদলে (রিপাবলিক অফ দি ইউনিয়ন অফ মায়ানমার) করা হয়েছে? | E anche il nome è stato cambiato in RUM (Repubblica dell'Unione del Myanmar)? |
32 | আমি মনে করি ৭টি পদক্ষেপের সবগুলো গ্রহণ এবং সংসদ ডাকার পরই কেবল তা পরিবর্তন করা উচিত। | Credevo sarebbe stato cambiato solo dopo che fossero stati completati i 7 passaggi previsti. |
33 | ডন_১০৯: @ক্যাফেএনগোসমাই - এটাকে দেখতে আফ্রিকা মহাদেশের অনেক দেশের জাতীয় পতাকার মত লাগছে। | E dopo l'elezione del Parlamento. dawn_1o9: @cafengocmy - Assomiglia a un sacco di bandiere africane. |
34 | এর আগের যে পতাকাটি ছিল সেটি দেখতে কেবল তাইওয়ানের জাতীয় পতাকার মত লাগত। | Prima Taiwan era l'unico Paese con una bandiera simile alla nostra. |
35 | এখন এটা দেখতে তিন থেকে চারটি দেশের জাতীয় পতাকার মত লাগছে: এটি ঘানা, ইথিওপিয়া, লিথুনিয়া, ইত্যাদি দেশের জাতীয় পতাকার মত। | Adesso, ce ne sono almeno tre o quattro: Ghana, Etiopia, Lituania ecc. |
36 | আউলহাম: চৌর্যবৃত্তিতে এরা বেশ ভাল, যার মধ্যে অন্যের পতাকা নকল করার মত বিষয় রয়েছে। | awoolham: Siamo bravi nel plagio, compreso il fatto di copiare le bandiere degli altri. |
37 | মনে হয় এ রকম একটা পতাকা বানানোর উৎসাহ, দেশের কর্তা ব্যক্তির কোন এক নাতির কাছ থেকে এসেছে, যে কিনা তার রঙ পেন্সিলের রঙ পরীক্ষা করছিল। | Forse l'ispirazione l'hanno presa da uno dei disegni dei nipoti, in cui provano i pastelli a cera. |
38 | কেবল এক ভাবনা মাত্র। | Solo un'ipotesi. |
39 | এত দ্রুত পতাকার উন্মোচন নিয়ে এখানে মন্তব্যকারীদের প্রতিক্রিয়া রয়েছে। | |
40 | এই একই আবেগ বিরোধী দলীয় লোকেরাও প্রদর্শন করছে। | Queste ultime reazioni echeggiano quelle mostrate dall'opposizione. |
41 | অনেকের মতে নভেম্বরের ৭ তারিখের সংসদ নির্বাচনের পরই পতাকা উন্মোচন করা উচিত ছিল। | La bandiera doveva essere rivelata solo dopo la conclusione delle elezioni del 7 novembre. |
42 | মায়ানমারের বিরোধী দল সংবিধান লঙ্ঘনের জন্য দেশটির সামরিক শাসকদের দায়ী করেছে। | L'opposizione accusa i leader militari del Myanmar di aver violato la costituzione. |
43 | ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মার মিন লিউইন এ ব্যাপারে এখানে আরো তথ্য যোগ করেছেন। | Min Lwin [en] del blog Democratic Voice of Burma aggiunge: |
44 | বিরোধী রাজনীতিবিদদের মতে, ২০০৮ এর সংবিধান অনুসারে তৈরি বার্মার আইন, নতুন কোন পতাকা উত্তোলনের আগেই কার্যকর হতে হবে। | Secondo i politici dell'opposizione, la legge birmana stabilisce che la costituzione del 2008 deve entrare in vigore prima di issare qualsiasi altra bandiera. |
45 | আর তা অবশ্যই বিতর্কিত ৭ নভেম্বরের নির্বাচনের আগে হতে পারবে না। | E questo dovrebbe avvenire solo dopo le controverse elezioni del 7 novembre. |
46 | মায়ানমারের পুরোন জাতীয় পতাকা। | La vecchia bandiera del Myanmar |
47 | ইয়ু ইয়ু ডিন, মায়ানমারের আরেক এক ব্লগার, তিনি এই নতুন জাতীয় পতাকা নিয়ে হতাশ। | Yu Yu Din [en], un altro blogger del Myanmar, spiega il suo disappunto per la nuova bandiera: |
48 | সকল পুরোনো পতাকাকে পুড়িয়ে ফেলা হবে। | Tutte le vecchie bandiere saranno bruciate. |
49 | আমার ধারণা সরকার এতটাই আমেরিকা বিরোধী যে, এমনকি একই রঙ থাকার কারণে, সরকারের সমাজবাদী চিন্তা থাকা সত্ত্বে তা কাজ করছে না। | Scometto che il governo è così anti-americano che persino avere gli stessi colori degli Stati Uniti, ideali socialisti a parte, non gli andava bene. |
50 | আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা ভোট দেব। | E tra un paio di settimane, andremo al voto. |
51 | এই ভোট হবে আমাদের কয়েকজনের জন্য জীবনের প্রথম ভোট। | Alcuni di noi voteranno per la prima volta. |
52 | দুই বছর আগে কোলকাতার দূতাবাসে আমি নতুন সংবিধানের জন্য ভোট দিয়েছিলাম। সে সময় আমার বয়স ছিল ২০ বছর। | Votai due anni fa al consolato di Kolkata per la nuova costituzione, a quasi trent'anni, dopo essere cresciuto per la maggior parte della mia vita in Paesi democratici. |
53 | আমি মূলত গণতান্ত্রিক রাষ্ট্রে বড় হয়েছি। | |
54 | নির্বাচনে কে জিতবে? | Chi vincerà? |
55 | অবশ্যই সরকার। | Il governo sicuramente. |
56 | এখন সকলেই সাধারণ নাগরিক- সম্রাটদের গায়ে এখন নতুন পোশাক, হাতে তাদের নতুন পতাকা। | Adesso sono tutti civili - imperatori in nuovi vestiti, con la loro nuova bandiera. |
57 | তারা দেশটিকে তাদের হাতে রাখবে, একভাবে না পারলে, অন্যভাবে রাখবে। | Stanno per conquistare anche il Paese in un modo o nell'altro. |
58 | বাকী বিশ্বের সাথে দেশের লোকজন কি বলে, কি করে অথবা কি ভাবে, তাতে তাদের কিছুই আসে যায় না। | Non importa quel che la gente dice, fa o pensa, per non parlare del resto del mondo. |
59 | আমি এখানে কি লিখছি অথবা আপনি কি মন্তব্য করছেন, কি টুইট করছেন অথবা কাকে আপনি তা জানাচ্ছেন, এটা তাদের জন্য কোন বিষয় নয়। | Non importa cosa scrivo qui o cosa si possa commentare, rilanciare o scrivere su Twitter. |
60 | দি ইরাওয়াদ্দির মন্তব্য বিভাগে নতুন পতাকা নিয়ে আলোচনা চলছেই। | Nella sezione commenti del blog The Irrawaddy, la conversazione prosegue: |
61 | ইয়ারজার: থান শুয়ের মাথায় আর কোন নতুন চিন্তা খেলছে না। | yarzar: Than Shwe è a corto di idee. |
62 | নতুন পতাকাটিকে শান রাজ্যের পতাকার মত লাগছে। শান রাজ্যের পতাকায় আঁকা সাদা বৃত্তের বদলে এই পতাকায় তারা রয়েছে। | La nuova bandiera è esattamente uguale a quella dello Stato Shan, a parte per la stella al posto del cerchio bianco. |
63 | কি লজ্জা, থান শুয়ে অন্য এক পতাকার নকল করেছে। | C'è da vergognarsi che Than Shwe abbia copiato un'altra bandiera. |
64 | ট্রেভ: আমি নতুন পতাকাটিকে পছন্দ করেছি: এখন উৎসব শুরু করার সময়! | Trev: Mi piace la nuova bandiera: festeggiamo! |
65 | সামরিক জান্তার এক দারুণ চাতুরিপূর্ণ চাল। | Mossa intelligente della giunta. |
66 | যদি দেশে কখনো পর্যটনের ব্যবস্থা করা হয়, তাহলে তা টি শার্টে তা দারুণ মানাবে। কে উদাসী রাস্তাফারিয়ানের (খ্রীষ্টীয় নয় এমন ধর্মমতের অনুসারী, মূলত ইথিওপিয়ার রাজকে প্রভু মানে) প্রতি রাগান্বিত হতে পারে? | Ci stara benissimo sulle t-shirt, se il turismo riuscirà mai a decollare in questo Paese, e chi potrà devvero arrabbiarsi con quei rilassati rastafariani? |
67 | কিন্তু দি ইরাওয়াদ্দি কি তাকে পরিচয় প্রদান করতে যাচ্ছে? | Ma Irrawaddy la riconoscerà? |
68 | অথবা বার্মা কি তার পতাকা পুনরুদ্ধার করতে পারবে, যেখানে তার লড়াই টিকে থাকা, ইতিহাসের পথে? | O “Burma” manterrà la sua bandiera mentre lotta per restare a galla nel corso della storia? |
69 | ইনড্রে: আমি দুঃখিত, কিন্তু কেন সরকার লিথুনিয়ার জাতীয় পতাকাকে গ্রহণ করল (হলুদ, সবুজ এবং লাল) এবং এটিকে বেশ উৎসাহের সাথে ভিয়েতনামের পতাকার সাথে মিলিয়েছে (কেন্দ্রে তারকা চিহ্ন)? | Indre: Mi dispiace, ma perchè il governo dovrebbe copiare la bandiera nazionale lituana (giallo, verde e rosso) e incrociarla curiosamente con quella del Vietnam (con la stella al centro)? |
70 | চিনডিসট: এই পাতাকাটি মোটেও আমাদের দেশের প্রতিনিধিত্ব করে না।। | Chindits: Questa bandiera non rappresenta affatto il Paese. |
71 | একটি তারা ?? | Una stella?? |
72 | এই বিশাল সাদা তারাটি, একই সাথে সব রঙের মাঝে একমাত্র তারা, যা মায়ানামারের টাটমাডাও নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর প্রতীক। | Si sa che Quella stella grande e bianca è anche l'unica stella, presente sugli stemmi del tatmadaw, della flotta, della forza aerea e della polizia del Myanmar. |
73 | এই তারা কেবলমাত্র সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করে। | Questa bandiera rappresenta solo le forze armate. |