# | ben | ita |
---|
1 | বুলগেরিয়াতে ইজরায়েলি পর্যটক বাসে আক্রমণ | Attentato contro pullman turistico israeliano in Bulgaria |
2 | বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত। | Otto persone sono morte e almeno 34 sono state ferite in un attentato contro giovani israeliani [it] a bordo di un pullman turistico presso l'aeroporto di Burgus, in Bulgaria. |
3 | প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল। | Gli ultimi resoconti attribuiscono la responsabilità della strage a un attentatore suicida che avrebbe innescato la bomba che portava con sé una volta a bordo del pullman. |
4 | এনআরজি'র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল। | Le prime investigazioni avevano invece suggerito che l'esplosione fosse provenuta da un ordigno posizionato nel bagagliaio del mezzo: |
5 | সর্বশেষ: @বারাকরাভিদ: | @BarakRavid [en]: |
6 | বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে। | Secondo quanto riportato dal Ministro degli Esteri bulgaro al Ministro degli Esteri israeliano Lieberman, le investigazioni hanno individuato la causa dell'esplosione in una bomba nascosta nel bagagliaio del pullman. |
7 | ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে। | Il Primo Ministro israeliano Bibi Netanyahu ha dichiarato che “tutti gli indizi portano all'Iran” [he] e che la risposta israeliana non mancherà di farsi sentire. |
8 | @রুসলানট্রাদ: | @ruslantrad [en]: |
9 | বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছে | bTV mostra immagini dell'attentato contro turisti israeliani in Bulgaria |
10 | ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন: | Shoshi, israeliana che ha assistito all'esplosione, dice [he]: |
11 | আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি। | Abbiamo superato il controllo immigrazione e siamo saliti sul pullman numero 4 fuori dall'aeroporto. |
12 | আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে। | Abbiamo sistemato i bagagli e nel giro di due minuti il pullman numero 2 si è incendiato. |
13 | আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়। | Siamo stati evacuati e condotti in una stanza sicura. |
14 | তার ছেলে যোগ করেন: | Il figlio aggiunge: |
15 | যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে। | I sopravvissuti a bordo del pullman sono dovuti saltare fuori per non calpestare i corpi. |
16 | আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে। | Abbiamo visto il pullman, un israeliano l'ha fotografato. |
17 | আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি। আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি। | Poi abbiamo visto l'esplosione e siamo stati immediatamente condotti verso il terminal. |
18 | পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন: | Sulla sua pagina Facebook [he], il Ministro degli Esteri Avigdor Lieberman ha scritto: |
19 | আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি। | Ho appena discusso dell'esplosione con il Ministro degli Esteri bulgaro, Nikolay Mladenov. |
20 | মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন। | Mladenov si sta dirigendo verso l'aeroporto e mi fornirà aggiornamenti quando vi arriverà. |
21 | @মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে: | Un tweet di @MokedNews [he] riporta: |
22 | বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন। | Una delle vittime dell'attacco in Bugaria è una guida turistica bulgara che si trovava con i turisti israeliani al momento dell'esplosione. |
23 | (উৎস: বুলগেরীয় টিভি) | (fonte: TV bulgara) |
24 | হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ। | Aggiornamenti sulla strage possono essere trovati su Haaretz (con aggiornamenti più frequenti in ebraico [he], e in inglese [en]) e sul Jerusalem Post [en]. |
25 | সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ: @বারাকরাভিদ - কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র @রুসলানট্রাদ - সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক @মকডসংবাদ - ইজরায়েলি সংবাদ যোগান | Utenti Twitter (“tweeps”) da seguire per aggiornamenti continui: @BarakRavid [en][he] - corrispondente diplomatico del giornale Haaretz @ruslantrad [en] - blogger siro-bulgaro e analista politico su Medio Oriente e Nord Africa @MokedNews [he] - news feed israeliano |