# | ben | ita |
---|
1 | চীন: ৫০ সেন্ট দলের নেতাকে সম্মাননা | Cina: onore al leader del ‘partito dei 50 centesimi’ |
2 | ২২শে এপ্রিল বিকালে চীনের ইউনান প্রদেশের দলীয় কমিটির প্রোপাগান্ডা বিভাগের ডেপুটি পরিচালক উ হাও (伍皓) পিপলস বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা দিয়েছেন। | Nel pomeriggio del 22 aprile scorso, Wu Hao (伍皓), vicedirettore del Dipartimento per la Propaganda del Comitato di partito della Provincia dello Yunnan ha parlato all'Università del Popolo. |
3 | উর ভাষণ শুরুর আগে, ২৫ বছরের একজন নেট নাগরিক তার কাছে এসে তাকে সম্ভাষন জানায় তার দিকে ৫০ সেন্টের প্রচুর নোট ছুড়ে মেরে। | Prima che iniziasse, un netizen venticinquenne lo ha avvicinato lanciandogli una manciata di banconote da 50 centesimi. |
4 | সিডিকিউএসএস নামে অনলাইন সংবাদ ওয়েবসাইট অনুসারে, বিশ্ববিদ্যালয়ের এই স্নাত্মক সকালে ব্যাঙ্কে ৩০ ইউয়ানের নোটকে ৫০ সেন্টের নোটের সাথে বিনিময় করেন আর এর পর উ এর ভাষণ শুনতে গিয়েছিলেন। | Secondo il sito Web di notizie online cdqss [cin], al mattino presto il giovane laureato aveva scambiato in banca banconote da 30 yuan in biglietti da 50 centesimi, per poi recarsi alla conferenza di Wu. |
5 | তিনি বলেছেন যে এইসব নোট উ হাওকে ‘সম্মাননা' হিসেবে দিচ্ছেন। | L'universitario ha dichiarato che le banconote rappresentavano un “tributo” a Wu Hao. |
6 | মোঝিক্সু টুইটারে ছবি পোস্ট করেছেন: উ হাও কে? | Mozhixu ha pubblicato le foto su twitter [in]: |
7 | আর এতজন চীনা নেটিজেন তার দিকে আঙ্গুল তুলেছেন কেন? | Ma chi è Wu Hao? |
8 | উ গত বছর ইন্টারনেটে জনপ্রিয় হন বিড়ালকে এড়িয়ে চলা বা লুকোচুরি ঘটনায়। | E perché molti netizen cinesi puntano il dito contro di lui? |
9 | দৈনিক দক্ষিণ মেট্রোপলিস এর সাথে এক সাক্ষাৎকারে তিনি অনলাইনে জনগনের মতামতে হস্তক্ষেপের তার কৌশলের কথা ব্যাখ্যা করেছেন। | Wu si è guadagnato la fama su Internet l'anno scorso nel caso denominato Sfuggi al gatto [in] (il nome cinese del nascondino). |
10 | বিড়ালকে এড়িয়ে চলা ঘটনায়, উ নেটিজেনদের আহ্বান জানান বন্দীর মৃত্যু তদন্তে সাহায্য করতে। | In un'intervista al Metropolis Daily, aveva spiegato la sua strategia relativa agli interventi sulla pubblica opinione online [cin]. |
11 | তবে নেটিজেনরা শীঘ্রই জানতে পারেন যে দুইজন বাছাই করা তদন্তকারী আসলে '৫০ সেন্ট দলের' সদস্য (সরকারের ভাড়া করা ওয়েবের মন্তব্যকারী)। | Nel caso del decesso di un detenuto, addebitato alla sua partecipazione al gioco "Sfuggi il gatto", Wu aveva invitato i netizen a contribuire alle indagini. |
12 | (চীনা ডিজিটাল টাইমস এর মাধ্যমে) চীনা মিডিয়া প্রোজেক্ট এর ডেভিড বান্দুরস্কি এই ধরনের অসদুপায়কে কন্ট্রোল ২. | Tuttavia, i netizen avevano presto scoperto che, di fatto, i due investigatori prescelti erano membri del “partito 50 centesimi” [in] (commentatori Web ingaggiati del governo). |
13 | ০ বলেছেন। আর উ হাও নিজেকে ৫০ সেন্টের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। | (In China digital times [in]) David Bandurski del Progetto Media Cina ha definito questo tipo di manipolazione Controllo 2.0 [in]. |
14 | চীনা টুইটার ব্যবহারকারীরা #উহাওউমাও হ্যাশট্যাগ ব্যবহার করেন এই ঘটনা আলোচনা করতে। | Si aggiunga che Wu Hao riveste un ruolo consolidato di leader dei "50 centesimi". |
15 | কেউ কেউ এটি উদযাপনের আমেজে আছেন, কেউ কেউ সংযম প্রদর্শন করছেন। | I twitterer cinesi usano #wuhaowumao per dibattere sull'incidente. |
16 | নীচে এ নিয়ে কিছু মন্তব্য: | Mentre alcuni manifestano intenti celebrativi, altri esprimono delle riserve. |
17 | ওয়াকোরজ ৫০ সেন্তের নোট উ হাও এর উপরে ফেলা পয়সা ফেলার মতো না। | Si riporta una selezione di commenti: |
18 | ওয়াকোরজ ৫০ সেন্টের নোট উ হাও এর উপরে ফেলা পয়সা ফেলার মতো আরামদায়ক না। #wuhaowumao | wkworz [cin] Lanciare a Wu Hao monete invece di banconote da 50 centesimi sarebbe stata una liberazione maggiore #wuhaowumao |
19 | আর্থইঞ্জিন: আমি আসলে উ হাও এর প্রতি ৫০ সেন্ট প্রাপ্তদের মত ব্যবহার করতে রাজি না। | earthengine [cin] Fondamentalmente, non sono d'accordo sul fatto di trattare Wu Hao come un "50 centesimi". |
20 | যে কোন দেশ বা কর্পোরেশনের সরকারী মুখপাত্র আছে, যদি তারা আসল পরিচয় নিয়ে কথা বলেন, তারা মুক্ত ভাষণ কার্যকর করছেন। | Ogni paese o azienda ha portavoci ufficiali, se parlano senza celare la propria vera identità, esercitano la libertà di parola. |
21 | সব থেকে ঘৃণ্য মানুষ হল এইসব ৫০ সেন্ট প্রাপ্তরা যারা সাধারন নাগরিক সেজে তাদের পোস্টের জন্য গোপনে অর্থ পান। | Le persone più ripugnanti sono i "50 centesimi" che fingono di essere cittadini normali e che, per i loro post, ricevono denaro segretamente. |
22 | এলাওডা উ হাও ৫০ সেন্ট এর নেতা তার সদস্য না। | elaoda [cin] Wu Hao è leader e non membro dei "50 centesimi". |
23 | পিকেইউ_ইয়ুলে১) আপনি যদি ৫০ সেন্টদের দিকে না মারেন, তার পরেও আপনাকে যারা সমর্থন করেন তারা থাকবে। | pku_yule [cin] 1. Se non ti scagli contro i "50 centesimi", chi ti sostiene continuerà così. |
24 | আপনি যদি ৫০ সেন্টের দিকে মারেন, যারা আপনার বিরুদ্ধে তারা আপনাকে আরো ঘৃণা করবে। | Se ti scagli contro i "50 centesimi", chi ti avversa ti odierà di più. |
25 | ২) স্বাধীনতা প্রকাশের একটা সীমা আছে, কাউকে এইভাবে আক্রমণ বা অপমান করা ঠিক না। | 2. Vi sono limiti alla libertà di espressione, non dobbiamo attaccare o insultare le persone in questo modo. |
26 | ৩) একজন মানুষের স্বভাব যেমন হোক তা সত্ত্বেও, তার অধিকারের সম্মান করা উচিত। | 3. Indipendentemente dal tipo di persona, dobbiamo rispettarne i diritti. |
27 | ৪) লক্ষ্য যাই হোক না কেন আমি জুতা, ৫০ সেন্ট নোট ইত্যাদি ছোঁড়ার বিরুদ্ধে। | 4. Sono contrario a lanciare scarpe o banconote da 50 centesimi, a prescindere dal destinatario. |
28 | মিউজিকসত্যের দপ্তর (প্রোপাগান্ডা দপ্তর) ৫০ সেন্ট দিয়ে সত্যিকে ধামা চাপা দিতে চেয়েছে। অবশেষে আজকে কেউ ৫০ সেন্ট ছুঁড়ে দিয়ে এই সত্যের দপ্তরকে কবর দিয়েছে। | muzik [cin] Il dipartimento della verità (ovvero per la propaganda) ha cercato di seppellire la verità con i "50 centesimi", alla fine qualcuno seppellisce il dipartimento della verità con 50 centesimi. |
29 | ফিনিকজ আমি এই কাজকে ব্যবহারিক কলা মনে করি। | Finikz [cin] Considero l'atto come un'azione artistica ad effetto. |
30 | এটা বিশেষ কোন ব্যক্তিকে লক্ষ্য করে না। | Non è diretto a una persona in particolare. |
31 | বুশের দিকে জুতা আর ডিম ছুঁড়ে মারার মতই, বুশ যেখানে লক্ষ্য না। | È simile al lancio di scarpe e uova a Bush, in cui l'obiettivo non è Bush. |
32 | জোহুমৌ আজকের এই কাজের সব থেকে ভালো বর্ণনা হল দুষ্ট কাজ। | johumou [cin] L'aggettivo più appropriato a descrivere l'azione di oggi è indecente. |
33 | #wuhaowumao | #wuhaowumao |
34 | কিয়াঝু কালকে মধ্য রাজত্ব (চীনা সরকার) সিদ্ধান্ত নেবেন ৫০ সেন্টের নোটকে বাজার থেকে নিষিদ্ধ করার। | keazhu [cin] Domani il regno di mezzo (il governo cinese) deciderà di vietare la circolazione dei 50 centesimi. |
35 | #wuhaowumao | #wuhaowumao |
36 | অ্যান্টি_সেন্সরশীপ আমি হাসছি আর আমার রাগ কমে যাচ্ছে, কিন্তু আমরা যদি এই ধরনের আচরনকে মেনে নেই, আমরা তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানাব যদি একদিন (বিপ্লবী) আই ওয়েইওয়েই বক্তৃতা দেন আর কিছু দেশপ্রেমী তরুণ এসে তার দিকে অনেক ইউএস সেন্ট ছুঁড়ে মারে? | anti_censorship [cin] Mi fa ridere e placa la mia collera, ma se tributiamo un riconoscimento a comportamenti di questo tipo, reagiremo il giorno in cui Ai Weiwei farà una conferenza e qualche giovane patriottico gli lancerà una manciata di centesimi USA? |
37 | #wuhaowumao | #wuhaowumao |
38 | ডৌলেয়ার @ওয়াংঝংজিয়া কিছু লোক এই কাজের সাথে একমত না। | dowlare @wangzhongxia [cin] Alcuni non approvano l'atto. |
39 | আমার প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষের অনুভূতি আর ভাবাবেগ আছে, আমাদের কাজ সব সময়ে সঠিক হয়না। | La mia reazione tiene conto del fatto che le persone provano sensazioni ed emozioni, i nostri atti non possono essere sempre razionali. |
40 | ৫০ সেন্টের নোট ফেলা হয়ে গেছে আর টুইটারকারীরা বার্তা বুঝে গেছেন, এটাই একটা বড় কাজ। | I 50 centesimi vengono lanciati, i twitterer lo vedono e colgono il messaggio: è già un effetto notevole. |
41 | আমাদের খুব বেশী সঠিক করার ইচ্ছা আছে, খুব কম গরম মাথার কাজ করা হয় #wuhaowumao | Viviamo troppo di razionalità e troppo poco di azioni d'impulso. #wuhaowumao |
42 | ফ্রিঅ্যান্ডউইন্ড #wuhaowumao সরকারী কমকর্তা হিসাবে উ হাওকে আমি সম্মান করি। | freeandwind [cin] #wuhaowumao Rispetto Wu Hao in quanto funzionario del governo. |
43 | সিসিপিতে তিনি দূর্লভ এক প্রজাতি, আর এটা বলাই বাহুল্য যে তিনি প্রোপাগান্ডা দপ্তর থেকে এসেছেন। | Appartiene a una tipologia rara nel PCC, senza citare il fatto che fa parte del dipartimento per la propaganda. |
44 | আমরা কি গণতন্ত্র, সঠিক কাজ, স্বচ্ছতা আর ন্যায়ের আশা প্রতিষ্ঠা করতে পারি তার দিকে কিছু ছুঁড়ে মেরে? | Possiamo costituire la nostra aspirazione alla democrazia, all'onestà, all'equità e alla giustizia sul lancio di oggetti contro di lui? |