# | ben | ita |
---|
1 | উত্তর কোরিয়া: মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে, এমনকি কিশোরদের মাঝেও | Corea del Nord: abuso e dipendenza da sostanze illegali diffusi a ogni livello della società |
2 | উত্তর কোরিয়ার বাসিন্দা এবং সেখান থেকে পালিয়ে আসা ব্যক্তিদের বক্তব্যে জানা যাচ্ছে যে, উত্তর কোরিয়ায় মাদক ছড়িয়ে পড়ছে। | Secondo alcuni insider e disertori della Corea del Nord, le droghe sarebbero ampiamente diffuse nel Paese. |
3 | একেবারে সম্প্রতি পাওয়া সংবাদে জানা যাচ্ছে, মাদক দ্রব্য কিশোরদের মধ্যে এক জনপ্রিয় উপহার হিসেবে ব্যবহার হচ্ছে এবং এমনকি সাধারণ মধ্যবিত্ত নাগরিকরা, প্রায়শ এর শিকার হচ্ছে। | |
4 | উত্তর কোরিয়ার শাসক কিমের নীতি, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাদক পাচার কর। | I dati più recenti riportano che sono un regalo popolare tra gli adolescenti e spesso ne abusano persino i cittadini comuni appartenenti alla classe media. |
5 | কিন্তু এই ঘটনাটি এখন দেশটিতে পাল্টা আঘাত হেনেছে এবং ইতোমধ্যে দেশটির জনস্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি করছে। আফিম তৈরিতে ব্যবহৃত পপি ফুলের ছবি। | La politica del regime Kim Jong-il [it], nel tentativo di guadagnare in valuta estera grazie al traffico di droga, ha fallito e indebolito ulteriormente la già devastata salute pubblica. |
6 | ছবি আলফেসগাসপারের, ক্রিয়েটিভ কমন্স ৩. ০ অনুসারে ব্যবহার করা হয়েছে। | Immagine di un fiore di papavero da oppio; foto di Alvesgaspar, ripresa con licenza Creative Commons. |
7 | ব্লগার푸른깃발(:নীল পতাকা) প্রচার মাধ্যমের একটি শাখায় কাজ করে, সে লিখেছে (কোরিয় ভাষায়) কি ভাবে নিষ্পাপ কিশোররা মাদকের শিকার হচ্ছে। | Il blogger 푸른깃발 (Bandiera blu), che lavora nel campo dei media, racconta come dei ragazzi innocenti siano diventati tossicodipendenti [ko, come tutti gli altri link eccetto ove diversamente indicato]: |
8 | শিশুরাও এর বাইরে নয়। | I ragazzi non fanno eccezione. |
9 | তারা পপি গাছকে (পপি ফুল থেকে আফিম এবং হিরোইন জাতীয় মাদক দ্রব্য তৈরি হয়) “হোয়াইট বেলফ্লাওয়ার:” (বৈজ্ঞানিক নাম প্লাটিকোডান গ্রান্ডিফ্লোরাস) “ওষুধি সিগারেট” অথবা “বৈদেশিক মুদ্রা অর্জনের চারা” বলে অভিহিত করে। | |
10 | শাসকেরা পপি গাছের বীজ বোনা, সেটির চাষ করা এবং পপি সংগ্রহ করার জন্য শিশুদের জড়ো করে। তারা শিশুদের এই কাজে ব্যবহার করতে পছন্দ করে, কারণ বয়স্করা প্রায়শ পপি চুরি করা বলে তারা মনে করে। | Il regime li ha infatti mobilitati per far si che piantassero, coltivassero e raccogliessero la pianta di papavero, chiamandola “campanula bianca” (nome tecnico: Platycodon granduflorus), “sigaretta medica” o “erba che fa guadagnare in valuta estera”. |
11 | একটি শিশুর বয়স যত কম হবে, ততই তার চুরি করার সম্ভাবনা কমে যাবে। এই সব শিশুরা প্রায়শই ফোঁটা ফুল ছিড়ে ফেলে এবং নাস্তা হিসেবে পপি বীজ খায়। | Molto probabilmente persone adulte avrebbero rubato le piante, ecco perché sono stati scelti dei ragazzi: più sono piccoli, minori le probabilità che le rubino. |
12 | লোকজন অপরিশোধিত আফিম জরুরী চিকিৎসায় ওষুধ হিসবে ব্যবহার করে থাকে এবং তারা প্রায়শ পানিতে মিশিয়ে এই আফিম পান করে। | Questi giovani spesso strappavano e mordicchiavano i boccioli aperti del fiore e mangiavano i semi di papavero come fossero uno snack. |
13 | যখন একটি শিশু দ্রুত এই মাদকের সাথে পরিচিত হয়ে উঠ, ততই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। ব্লগার, জু সুং হা-এর বর্ণনা তুলে ধরছে। | La gente usava l'oppio non trattato come medicina di emergenza, spesso dissolvendolo in acqua per poi bere il composto. |
14 | জু সং হা, উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে। | I ragazzini si sono abituati alla droga, diventandone gradualmente dipendenti. |
15 | সে দক্ষিণ কোরিয়ায় এক সাংবাদিকে পরিণত হয়। ডোঙ্গা ইলবো নামক দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল প্রচার মাধ্যমে সে এখন কাজ করছে। | Il blogger cita la testimonianza di Ju Sung-ha, un disertore nordcoreano che oggi lavora come giornalista per DongA Ilbo, quotidiano conservatore della Corea del Sud. |
16 | জু এখন নাম্বুক স্টোরি [কোরিয় ভাষায়] (서울에서 쓰는 평양 이야기, এই ব্লগের পুরো নাম পিয়ংইয়ং-এর ঘটনা যা সিউলে রচিত) নামক একটি ব্লগ পরিচালনা করে। | |
17 | এটি একটি বিখ্যাত ব্লগ, যার পাঠক সংখ্যা প্রায় ১ মিলিয়ন (১০ লক্ষ)। এই ব্লগ উত্তর কোরিয় সমাজের বিস্তারিত বর্ণনা প্রদান করে। | Ju è il curatore di Nambuk Story (nome completo: 서울에서 쓰는 평양 이야기, Storia di Pyeongyans scritta a Seul), un famoso blog che vanta un milione di iscritti e che fornisce un ritratto dettagliato della società nordcoreana. |
18 | এই গাছটি যাতে কেউ চিনতে না পারে (যেন এটা এক সাধারণ গাছ), তার জন্য পপি চারাকে তারা “হোয়াইট বেলফ্লাওয়ার” নামে ডাকে এবং সবচেয়ে উর্বর জমিতে এর চারা লাগায়। | |
19 | জুলাই মাসে তরুণ ছাত্রদের শুকনা আফিম আলাদা করার আহ্বান জানানো হয় এবং এদের মধ্যে কয়েকজন গন্ধের কারণে একে আলাদা করতে সক্ষম হয়। প্যারামেডিক বা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা পপি ক্ষেতের কাছেই ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। | Per camuffare la pianta di papavero (facendola passare come un'erba comune), le è stato dato persino un nome falso, “la campanula bianca”, ed è stata piantata in una delle terre più fertili […] A luglio, un gruppo di giovani studenti sono stati incaricati di estrarne la soluzione pura di oppio e alcuni di loro sono svenuti a causa dell'odore repellente. |
20 | পপির উপাদানকে আলাদা করার পর, এর ফলকে আলাদা করা হয়, বাদামের মত গন্ধযুক্ত এক ধরনের হলুদ বীজ সহ, যেগুলোর আকার অনেকটা বজরার মত। | |
21 | এই পপি বীজ শিশুদের মাঝে হালকা নাস্তা হিসেবে জনপ্রিয় এবং এর কারণে অনেক শিশু আফিমে আসক্ত হয়ে পড়ছে। | A lato del campo di papaveri c'erano dei paramedici, pronti ad intervenire. |
22 | উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে মনে করা হয়েছিল যে তারা মাদক পাচার নিয়ন্ত্রণ করবে। | Dopo aver estratto la soluzione, nel frutto rimangono dei semi gialli dal sapore di noce e dalle dimensioni del miglio. |
23 | কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে, তারাই সবচেয়ে বড় মাদক পাচারকারী। | I semi erano uno spuntino popolare tra i ragazzini e molti di loro sono diventati dipendenti dall'oppio. |
24 | এনকে ইনসাইড, দক্ষিণ কোরিয়ার একটি ব্লগ, যে ব্লগ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। | Si ritiene che l'esercito nordcoreano, che dovrebbe controllare il traffico, ne sia invece il più fervido attore. |
25 | এই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা অবৈধভাবে পপি বা মাদক বিক্রি করছে। | Il blog sudcoreano NK Inside pubblica un video sul commercio illegale di papaveri tra alcuni ufficiali dell'esercito nordcoreano. |
26 | উত্তর কোরিয়ার সামরিক বাহিনী কি আরো দূর্নীতি পরায়ণ হয়ে উঠবে? | Potrebbe l'esercito coreano essere più corrotto di così? |
27 | ইতোমধ্যে সবাই জেনে গেছে যে, সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচারের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। | Che il commercio illegale di droga sia dilagante nella zona di confine è cosa risaputa, ma l'esercito si è proprio dato alla pazza gioia. |
28 | কিন্তু উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিজেই ব্যাপকভাবে মাদক পাচার করছে। | |
29 | বিস্ময়কর বিষয়। | Sconvolgente. |
30 | আমি শুনেছি যে, চীনে খুব সহজেই উত্তর কোরিয়ার তৈরি মাদক দ্রব্য পাওয়া যায়। | Ho sentito dire che in Cina la droga proveniente dalla Corea del Nord è facilmente reperibile. |
31 | মাদক পাচার, নকল টাকা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচার, বিশেষ এই তিনটি বিষয়ের উপর কিম-জং ইলের শাসন টিকে আছে। উত্তর কোরিয় সমাজের কপালে সামনে আরো দুর্ভোগ রয়েছে। | Dal momento che il traffico di droga, la circolazione di denaro falso e la tratta di esseri umani sono i tre pilastri portanti del regime Kim Jong-il, la società nordcoreana ne verrà ulteriormente devastata. |
32 | দি ডেইলে এনকে, সিউল ভিত্তিক এক অনলাইন পত্রিকা। উত্তর কোরিয়া থেকে পালিয়ে যারা দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে, তারাই এই পত্রিকাটি চালায়। | The Daily NK, testata online con sede a Seul, è gestito da molti defezionisti nordcoreani spesso ricattati dal regime per aver rivelato aspetti oscuri della società. |
33 | উত্তর কোরিয় সমাজের অন্ধকার দিক তুলে ধরার কারনে, তারা প্রায়শ উত্তর কোরিয় শাসকের ব্লাকমেইল-এর শিকার হয়। এক সংবেদনশীল সংবাদের শিরোনাম হচ্ছে [কোরিয় ভাষায়] “ উত্তর কোরিয়ার কিশোরদের জন্য জন্মদিনের সবচেয়ে জনপ্রিয় উপহার হচ্ছে মাদক দ্রব্য। | È stato infatti pubblicato un articolo, dal sensazionale titolo ‘Droga, il regalo di compleanno più popolare tra gli adolescenti nordcoreani', nel quale si spiega che le droghe una volta disponibili solo ai più agiati, si sono ora infiltrate anche tra la classe media. |
34 | এই সংবাদে দাবি করা হয়েছে যে যে মাদক কেবল ধনী শ্রেণী কিনতে পারে, সেই মাদক এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে। | |
35 | এই সংবাদ অনুসারে ছাত্ররা একটি কলম বা ৫,০০০ উন (উত্তর কোরিয়ার মুদ্রা) নোটের মাধ্যমে এই মাদক গ্রহণ করে। ৫,০০০ উন-এর মধ্যে কিম ইল সঙ-এর ছবি আঁকা রয়েছে। | Secondo l'articolo, gli studenti le inalano attraverso una penna oppure utilizzando una banconota da 5.000 Won, che ritrae il volto di Kim Il-sung; e le ragazzine si prostituiscono per ottenere più droga. |
36 | অনেক তরুণী আরো মাদক গ্রহণের নেশায়, দেহ বিনিময়ে করছে। | |
37 | এমনকি উত্তর কোরিয় সরকার এই ধরনের ঘটনা বন্ধে বিশেষ বাহিনী গঠন করতে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত তারা এই ধরনের ঘটনা রোধে সফল হয়নি। | L'articolo aggiunge che, nonostante il governo nordcoreano avesse organizzato una task force repressiva, non c'è stato ancora nessun miglioramento. |
38 | উত্তর কোরিয়ার ভেতরে যারা বাস করে তারা বলছে যে, যেহেতু মাদক ব্যবহারকারীরা শাসক দল ওর্য়াকার্স ইউনিয়নের উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান, অথবা তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান, যার ফলে মাদক নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। | |
39 | রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) একই ধরনের এক সংবাদ প্রদান করেছে [কোরিয় ভাষায়], একজন শ্রমিকের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে, যেহেতু এখানে কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হয় এবং লোকজনকে বাধ্য হয়ে প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করে, ফলে তার দলে যে সব শ্রমিক রয়েছে, তারা সকলেই মাদক গ্রহণ করে। | |
40 | এবং মাদকের প্রভাবকে ধন্যবাদ, কারণ এর জন্যই তারা বরফের মধ্যে প্রচণ্ড ঠাণ্ডায় প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত স্লেজ নামক গাড়ি টেনে নিয়ে যেতে পারে। | |
41 | উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নাগরিক এই বিস্ময়কর তথ্য আংশিক ভাবে নিশ্চিত করেছে । সফলভাবে দক্ষিণ কোরিয়া পালিয়ে আশ্রয় গ্রহণ করার ঠিক পরে উত্তর কোরিয়ার এক তরুণকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হয়। | Gli insider nordcoreani sostengono che “dal momento che i consumatori di droga sono figli di persone che occupano una posizione di alto livello nella dominante Unione dei Lavoratori, oppure appartengono a settori sociali alquanto ricchi, l'ufficio per la censura sta avendo problemi nell'applicare la legge in modo rigoroso. |
42 | পালিয়ে আসা উত্তর কোরীয়দের দ্বারা পরিচালিত এক বুদ্ধিবৃত্তিক সাইটের নাম “উত্তর কোরীয় বুদ্ধিবৃত্তিক একতা” (নর্থ কোরিয়া ইনটেলেকচুয়াল সলিডারিটি)। | Radio Free Asia (RFA) ha parlato di una storia molto simile, dove un lavoratore racconta che da quando il lavoro è diventato troppo faticoso e la gente deve lavorare a temperature gelide, tutti i suoi compagni di lavoro hanno iniziato a fare uso di droga. |
43 | এই ব্লগ উত্তর কোরিয়ার এক নাগরিকের তোলা একই ধরনের অবৈধ মাদক বাণিজ্যের ভিডিও পোস্ট করেছে [কোরীয় ভাষায়]. | L'uomo spiega che in seguito all'effetto della droga “correvano, quasi volavano per circa 12 chilometri, rimorchiando slitte”. |
44 | [এটি ২৪৭ নম্বর পোস্ট, সম্প্রতি এই ভিডিওটিকে আর সেখানে দেখা যাচ্ছে না] | Questa scioccante rivelazione è stata in parte confermata dai disertori nordcoreani. |
45 | মাদক দ্রব্যের প্রভাব এভাবে ছড়িয়ে পড়ার কারণ বিশ্লেষণ করে ব্লগার সিটারেন৬৪ একটি লেখা পোস্ট করেছে। | Si crede che, tra questi, un giovane ragazzo sia finito in un centro di riabilitazione subito dopo essere riuscito a scappare in Corea del Sud. |
46 | ব্লগার লিখেছে যে, ধনী ব্যক্তিরা একসময় মাদক ব্যবহার করতে এটা দেখাতে যে তাদের ধনসম্পদ কতখানি। | Anche North Korea Intellectuals Solidarity, gruppo di esperti gestito da alcuni disertori con sede a Seul, rilancia un video analogo sul traffico illecito di droga. |
47 | এখন সাধারণ মানুষেরা মাদক দ্রব্য কিনছে, তারা তা কিনছে কোন প্রয়োজন ছাড়াই। | (Post n° 247, video al momento non disponibile). |
48 | […]উত্তর কোরিয় সরকার মাদক দ্রব্য তৈরি এবং তা পাচারের ক্ষেত্রে নিজেই প্রধান ভূমিকা পালন করছে । […]এই সব মাদক দ্রব্যের কিছু দেশের বাইরে এবং কিছু পরিমাণ উত্তর কোরিয়ার ভেতরেই বিক্রি হয়। | Il blogger Citrain64 pubblica un'analisi delle cause del dilagarsi delle droghe, spiegando che tali sostanza illegali, che la classe alta era solita comprare per ostentare la sua ricchezza, al giorno d'oggi sono consumate da cittadini comuni, per necessità. |
49 | সম্প্রতি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকজন বলছে যে, উত্তর কোরিয়ায় এখন এসপিরিন নামক ওষুধের চেয়ে সহজে মাদক দ্রব্য পাওয়া যায়। | […] Il governo nordcoreano sta assumendo il controllo della produzione e del traffico di droghe […] Una parte delle sostanze stupefacenti viene venduta all'estero, mentre il resto circola all'interno del Paese. |
50 | […]এখন সেখানে প্রয়োজনীয় ওষুধ দুষ্প্রাপ্য হয়ে যাবার ফলে, এখন কেবল ধনীরাই নয়, মধ্যবিত্ত শ্রেণীর লোকজন নিয়মিত মাদক ব্যবহার করছে। | Alcuni recenti disertori hanno addirittura dichiarato che “in Corea del Nord trovare droga è più semplice che trovare un'aspirina” […] Si tratta di un'assoluta carenza di medicine. |
51 | […] উত্তর কোরিয়ার নাগরিকদের মধ্যে যে রোগ সবচেয়ে বেশী দেখা দেয় তার নাম ফ্রস্টবাইট (প্রচণ্ড শীতে চামড়া বা অন্য কোষের ক্ষতি হওয়া,)। | Non solo i ricchi, ma anche gente appartenente alla classe media ne fa uso regolare. […] Il problema più comune tra i nordcoreani è il congelamento. |
52 | লোকজন ফ্রস্টবাইট থেকে রক্ষা পাবার জন্য মাদক দ্রব্য ব্যবহার করে, কারণ সেখানে এর প্রতিকারের জন্য যথযাথ কোন ওষুধ নেই। | Non disponendo di medicine adeguate, per curare il congelamento la gente si procura tali droghe. |
53 | এছাড়াও যক্ষা এবং হজম সমস্যার কারণে তৈরি হওয়া অগ্নিমন্দাতেও তারা মাদক দ্রব্যকে ওষুধ হিসেবে ব্যবহার করে। | Inoltre, per curare la tubercolosi e le infiammazioni del sistema digestivo bevono un infuso di acqua bollita e fiori di papavero e mangiano foglie di papavero, anch'esse bollite. |
54 | এক্ষেত্রে তারা গরম পানিতে পপি ফুল মিশিয়ে, সেই পানি পান করে এবং তারা পপি গাছের পাতা সিদ্ধ করে খায়। | Secondo questo blogger anche la mancanza di una campagna pubblica sui pericoli delle droghe ha contribuito a peggiorare la situazione. |
55 | ব্লগার এর সাথে যোগ করেছেন, মাদক গ্রহণের ভয়াবহ দিক নিয়ে কোন প্রচারণা না থাকার কারণে, বিষটি আরো খারাপ এক পরিস্থিতির সৃষ্টি করছে। | Storie di questo tipo, che citano disertori e insider nordcoreani, non sono interamente affidabili: molti di loro tendono a drammatizzare la realtà. |
56 | তবে অন্য কাহিনীতে জানা যাচ্ছে যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা সে দেশের ভেতরে বাস করা নাগরিকরা যে সব সংবাদ প্রদান করছে, তা বিশ্বাসযোগ্য নয়। | |
57 | কিন্তু সবাই যখন একই কথা বলছে, তখন একে আর নিছক বানানো কাহিনী বলে মনে হচ্ছে না। | Tuttavia, le continue confessioni riguardanti l'abuso di droga suggeriscono che non si tratta di vicende del tutto inventate. |
58 | ২০০২ সালের জানুয়ারী মাসে জাপানি কর্মকর্তারা উত্তর কোরিয়ার এক জাহাজ থেকে ১৫০ কিলোগ্রাম মেথামফেটামিন নামক মাদক দ্রব্য জব্দ করে, এবং একই বছরে জুলাই মাসে তাইওয়ান সরকার উত্তর কোরিয়ার ৯ জন নাগরিককে আটক করে, যারা ৭৩ কিলোগ্রাম হিরোইন বহন করছিল। | Secondo un rapporto della Heritage Foundation [en], nel gennaio 2002 un ufficiale giapponese ha sequestrato 150 chili di metanfetamine in una nave proveniente dalla Corea del Nord, mentre nel luglio 2002 gli ufficiali del governo del Taiwan hanno arrestato nove uomini che stavano trasportando un carico di eroina pari a 79 chili. |
59 | হেরিটেজ ফাউন্ডেশন এই সব সংবাদ প্রদান করেছে। | |