Sentence alignment for gv-ben-20110321-16349.xml (html) - gv-ita-20110321-35674.xml (html)

#benita
1বাহরাইন:পুলিশের নির্মমতার এক ভিডিও টাইম লাইনBahrain: repressione brutale testimoniata in video
2এই পোস্টটি বাহরাইনের প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। যখন সারা বিশ্বের প্রচার মাধ্যমের মনোযোগ লিবিয়ার দিকে ঘুরে গেছে এবং দ্রুত সেখানকার ঘটনাবলিকে তুলে ধরছে, তখন বাহরাইনের সরকার গণতন্ত্র-পন্থী বিক্ষোভকারীদের প্রতি ভয়াবহ হামলা চালিয়েছে।Mentre l'attenzione dei media internazionali è tutta rivolta alla Libia e agli accadimenti che con grande rapidità si stanno susseguendo laggiù, il governo del Bahrain sta scatenando un violento assalto ai manifestanti che protestano a favore della democrazia.
3যখন রাজধানী মানামার পার্ল(লুলু)রাউন্ডএ্যাবাউটে সরকার বিক্ষোভকারীরা শোভাযাত্রা বের করে, তখন তাদের উপর নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে পাঁচজন নিহত হয়।Mercoledì scorso cinque persone sono state uccise durante un attacco compiuto dalle forze di sicurezza contro i dimostranti che si stavano raccogliendo alla rotonda Pearl (Lulu), nella capitale Manama.
4এই সপ্তাহে তিনমাস ব্যাপী এক রাষ্ট্রীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে এবং সে স্থানে দৈনিক কারফিউ বা সান্ধ্য আইন জারী করা হয়েছে।In questi giorni è stato dichiarato uno stato di emergenza di tre mesi ed è stato stabilito il coprifuoco nelle ore diurne.
5অনেক মানবাধিকার, রাজনৈতিক কর্মী এবং বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে সংবাদ রয়েছে যে অনেকে নিখোঁজ রয়েছে।Molti attivisti dei diritti umani, attivisti politici e dimostranti sono stati arrestati e molti altri risultano spariti.
6প্রচার মাধ্যমে এই বিষয়ের উপর সংবাদ প্রদান করার নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নাগরিকরা ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ছে এবং সেই সব দৃশ্যের ছবি তুলছে, যা রাষ্ট্র পরিচালিত প্রচার মাধ্যম আপনাদের দেখতে দিতে চায় না।Tra il blackout dei media, i cittadini stanno usando le loro video camere per filmare quello che le tv di Stato non vogliono far vedere.
7এখানে ব্লগার চান'আদ বাহরাইনি ২. ০-র পোস্ট করা বাহরাইনি প্রতিবাদের ভিডিও সময়সূচি (ভিডিও টাইমলাইন) রয়েছে, যিনি মন্তব্য করেছেন:Di seguito una sequenza di video che testimoniano le proteste in Bahrain, video diffusi dal blogger Chan'ad Bahraini 2.0 [en] che commenta:
8১৪ ফ্রেব্রুয়ারির এই গণজাগরণের সাম্প্রতিক ঘটনায়, ভিডিওতে ডজন খানেক প্রচণ্ড জবরদস্তি মূলক আক্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে।Dall'inizio dell'ultima rivolta del 14 febbraio, dozzine di [..] casi di uso eccessivo della forza sono stati testimoniati grazie a riprese video.
9এটা নিরাপত্তা বাহিনীর এই ধরনের ক্ষমতা অপব্যবহারের নিখুঁত প্রমাণ তুলে ধরে-এবং বাহরাইনের শাসক গোষ্ঠীর অতিরিক্ত ক্ষমতা প্রদান-যারা বছরের পর বছর ধরে চাকুরি করে যাচ্ছে।Ciò ha finalmente fornito una valida prova degli abusi che le forze di sicurezza - e, per estensione, il regime del Bahrain, stanno praticando da anni in questo Paese. Avviso: i video caricati sono vividi e reali.
10বিশেষ সতর্কতা: এখানে পোস্ট করা কিছু ভিডিও গ্রাফিক (পীড়াদায়ক) প্রকৃতির, সতর্কতার সাথে দেখা প্রয়োজন।Guardarli è a discrezione del lettore. 14 febbraio 2011
11ফ্রেব্রুয়ারি ১৪,২০১১ ডিরাজের এই ভিডিওটি দেখাচ্ছে যে, প্রথম দিনের বিক্ষোভের উপর চালা্নো ভয়াবহ আক্রমণের দৃশ্য, যার মাধ্যমে প্রথম প্রতিবাদের যাত্রা শুরু।Il primo giorno delle proteste è stato segnato da una violenta repressione come mostra un video da Diraz che ritrae la polizia, in assetto antisommossa, sparare proiettili di gomma e lacrimogeni sulla folla inerme. (video caricato su Youtube da smohd92) [ar].
12সে সময় দাঙ্গা পুলিশ নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট এবং গ্যাস ছুঁড়ে মারে।(Sulla Pagina Youtube, dove il video è stato caricato, si legge: “I seguenti contenuti sono stati identificati dalla community di YouTube come potenzialmente offensivi o inappropriati.
13ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করেছে সোমাহদ৯২)L'utente può visualizzare i contenuti a sua discrezione”.
14দাইয়াহতে দাঙ্গা পুলিশ খুব স্বল্প দুরত্ব থেকে গুলি করে (এই ভিডিওটি পোস্ট করেছে মারগাদোশ)Questa stessa dicitura appare in molti altri video qui mostrati(ndt): A Daih, la polizia spara sui manifestanti a breve distanza (video caricato da margadoosh) [ar]:
15সেহলাতে, দাঙ্গা পুলিশ কোন ধরনের উত্তেজনা ছাড়াই বিক্ষোভকারীদের উপর হামলা চালায় (ভিডিওটি পোস্ট করেছে আলবাহরাইনি২০১১)A Sehla, la polizia, sempre in assetto antisommossa, attacca i dimostranti senza che questi abbiano fatto nulla per provocare una tale reazione (video caricato da albahrain2011) [ar]:
16সেহলায়-ভিন্ন এক কোণ থেকে সেই একই দৃশ্যের ছবি (ভিডিওটি পোস্ট করেছে আলসেহলাউয়ি১২)Sehla - la stessa scena ripresa da una differente angolatura (video caricato da alsehlawy12) [ar]:
17সিতরাতে, বাহরাইনের পতাকা বহন করা নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর পুলিশ নির্মম ভাবে হামলা চালায় (ভিডিওটি পোস্ট করেছে রেটম্যান৯৬)A Sitra la polizia brutalizza dimostranti disarmati che sventolano bandiere del Bahrain (video caricato da retman96) [ar]:
18ফ্রেব্রুয়ারি ১৭17 febbraio
19রাজধানী মানামায় পার্ল(লুলু)রাউন্ডএ্যাবাউটে অবস্থানকারী নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর সরকার রাত ৩ টায় আক্রমণ চালায়।(Il governo attacca dimostranti inermi che si sono riuniti alla rotonda Pearl (Lulu) nella capitale Manama alle 3 del mattino (video caricato da simsim7501): [ar]
20ভিডিওটি পোস্ট করেছে সিমসিম৭৫০১):18 febbraio
21ফ্রেব্রুয়ারি ১৮ মানামা-বিক্ষোভকারীরা শান্তি!Manama - Dimostranti cercano di arrivare alla rotonda Lulu gridando “Pace!
22শান্তি!Pace!”.
23স্লোগান দিতে দিতে লুলু রাউন্ডএ্যাবাউটের দিকে এগিয়ে যাবার চেষ্টা করে। তাদের প্রতি তাজা বুলেট গুলি বর্ষণ করা হয় (ভিডিওটি পোষ্ট করেছে শাফিম)La risposta la danno i proiettili che la polizia gli spara contro (video caricato da shaffeem) [ar]
24সতর্কতা: গ্রাফিক (পীড়াদায়ক) ভিডিও][Attenzione: video shock]
25মার্চ ১৩13 marzo
26বেশ কয়েকবার নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর খুব কাছ থেকে রবার বুলেটের গুলি ছোড়া হয়।( ভিডিওটি পোস্ট করেছে আলি ৯৫৬৬):Un dimostrante disarmato viene colpito diverse volte da proiettili di gomma a distanza ravvicinata (video caricato da ali9566)[ar]:
27বাহরাইন বিশ্ববিদ্যালয়ের কাছে ভিডিও ধারণ করতে থাকা এক ক্যামেরাম্যানের উপর পুলিশ গুলি চালায়। (ভিডিওটি পোস্ট করেছে এনক্রিপ্ট রিয়ালিটি২):La polizia spara verso un cameraman che sta filmando nei pressi dell'Università (caricato da EncryptedReality2) [en/ar]:
28মার্চ-১৫15 marzo
29সিতরাতে, দৃশ্যত এক প্রতিবাদকারীরা উপর খুব কাছ থেকে গুলি করার আগে তাকে নির্মম ভাবে প্রহার করে (ভিডিওটি পোস্ট করেছে নাসেরআলসেহা):A Sitra, polizia in assetto antisommossa brutalizza un dimostrante a quanto pare prima di sparargli addosso a bruciapelo (caricato da NaserAlshea) [ar]:
30মার্চ ১৬16 marzo
31মেগশাহতে নিরস্ত্র প্রতিবাদকারী, যারা হাত উত্তোলন করেছে, তাদের প্রতি গুলি ছোড়া হয়েছে (ভিডিওটি পোস্ট করেছে আলমিল১)A Megsha si spara su un dimostrante disarmato e con le mani in alto (video caricato da almeel1) [ar]:
32সাআরতে, এক চেকপয়েন্ট (গাড়ী উপর নজর দেবার জন্য রাস্তায় গাড়ী থামানোর এলাকা) পুলিশ এক গাড়ী চালকের উপর নির্মম আচরণ কর।(A Saar, la polizia se la prende con un automobilista ad un checkpoint (video caricato da BHR142011 [ar] - L'audio di questo video è stato disabilitato):
33ভিডিওটি পোস্ট করেছে বাহার১৪২০১১-এই ভিডিওর শব্দ ঠিক ভাবে শোনা যায় না)।I video successivi mostrano la polizia che deliberatamente distrugge auto di comuni cittadini (video caricati da mjarexmja e EncryptedReality2):
34নীচের ভিডিও দুটি প্রদর্শন করছে যে, দাঙ্গা-বিরোধী পুলিশ ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের গাড়ি ভাঙ্গচুর করছে (প্রথম ভিডিওটি পোস্ট করেছে মাজেরাক্সমজা, পরের ভিডিওটি পোস্ট করেছে এনক্রিপ্টেডরিয়ালিটি২):
35চান'আদ বাহরাইনি ২. ০-র ব্লগে আরো ভিডিও রয়েছে।Altri video possono essere visti sul blog Chan'ad Bahraini 2.0.