# | ben | ita |
---|
1 | প্যালেস্টাইন: খুন না সন্ত্রাসবাদী লন্কাকান্ড? | Palestina: terrorismo o follia omicida ? |
2 | শুধু আরবরাই সন্ত্রাসবাদী… অকুপাইড প্যালেস্টাইন ব্লগের মূল শিরোনামে এটি জ্বলজ্বল করছিল। | Solo gli arabi sono terroristi… è il titolo principale sul blog Live from Occupied Palestine. |
3 | এই ব্লগার হুশাম তায়সির দোআয়াত নাম্নী জেরুজালেমে অবস্থানরত এক ফিলিস্তিনি সম্পর্কে ইজরায়েলী এবং অন্যান্য বিদেশী সংবাদপত্রে প্রকাশিত শিরোনাম নিয়ে আলোচনা করছে। হুশাম তায়সির দোআয়াত একটি বুলডোজার নিয়ে পশ্চিম জেরুজালেমের একটি জনাকীর্ণ সড়কে লোকজনের উপর তুলে দেয় যাতে ৩ জন মারা যায় এবং ৬৬ জন আহত হয়। | Il blogger si riferisce ai titoli apparsi sulle prime pagine delle testate israeliane e straniere dopo che Husam Taysir Dwayat, un palestinese residente a Gerusalemme, si è lanciato ad alta velocità con un bulldozer nel mezzo di una strada affollata di Gerusalemme Ovest, uccidendo tre persone e ferendone almeno 66. |
4 | দোআয়াতের এই হত্যাযজ্ঞ থামে যখন একজন ছুটিতে থাকা ইজরায়েলী সৈন্য তাকে গুলি করে মারে। | Il folle gesto di Dwayat ha avuto termine solo quando un soldato israeliano fuori servizio gli ha sparato, uccidendolo. |
5 | দোআয়াতের এই হত্যাজ্ঞের পর প্রচার মাধ্যমে শিরোনাম হিসেবে আসে “বুলডোজার সন্ত্রাসী জেরুজালেমে হত্যাযজ্ঞ চালিয়েছে“। | Tra i titoli principali seguiti all'insano gesto di Dwayat troviamo “Follia terrorista con bulldozer a Gerusalemme” [in]. |
6 | দোআয়াতের একজন ইহুদী মহিলার সাথৈ সম্পর্কের কথাও তারা শিরোনামে এনেছে “জেরুজালেম আত্মঘাতী সন্ত্রাসীর ইহুদী গার্লফ্রেন্ড ছিল“। | I giornali hanno enfatizzato una precedente relazione di Dwayat con una donna ebrea con titoli come “L'omicida di Gerusalemme aveva una ex-fidanzata ebrea” [in]. |
7 | অনেক আর্টিকেল এও বলেছে যে দোআয়াত “আল্রাহ সর্বশ্রেষ্ঠ” বলে চিৎকার দিয়েছে। | Alcuni articoli [in] sostengono persino che Dwayat abbia gridato “Dio è grande!”. |
8 | লাইভ ফ্রম অকুপাইড প্যালেস্টাইন এই প্রশ্ন করছে কোন দোআয়াতকে সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে: | Live from occupied palestine si interroga sul perchè Dwayat venga definito un terrorista: |
9 | তাহলে যদি দোআয়াতের এই হত্যাযজ্ঞ রাজনৈতিক উদ্দেশ্যে না হয়ে থাকে, সে যদি কোন “উপজাতীয়তাবাদী দল বা ছদ্মবেশী এজেন্টদের” হয়ে কাজটি না করে থাকে, কেন ইজরায়েলী মিডিয়া, রাজনীতিবিদ এবং অন্যান্য সরকারী কর্মকর্তারা তাকে “সন্ত্রাসী” বলছে? | |
10 | সে যদি একা কাজটি করে থাকে, যা ইজরায়েলী নিরাপত্তা বাহিনী এবং পুলিশ স্বীকার করেছে পূর্বপরিকল্পিত নয় বলে, দোআয়াতকে একজন সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে? | |
11 | উত্তর তো খুবই সোজা। | La risposta è, ovviamente, semplice. |
12 | দোআয়াত একজন প্যালেস্টাইনি আরব, তাই সন্দেহাতীত ভাবে সে অবশ্যই একজন সন্ত্রাসী। | Dwayat era un arabo palestinese e quid pro quo, doveva essere un terrorista. |
13 | এই সত্যটি এবং শুধু এই বিষয়টির জন্যে দোআয়াতকে সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে। | Questo e soltanto questo è il motivo per cui viene definito terrorista. |
14 | ডেজার্টপীস এইসব শিরোনাম সম্পর্কে ওয়াকিবহাল, এবং যারা দোআয়াতের ইহুদী মেয়েবন্ধূর সাথে সম্পর্কের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে তাদের প্রতি বলছেন: | |
15 | সত্যিই একটি ভূবিদারক গোমর ফাঁস… এমন একসময় ছিল যে “যেসব সংবাদ আমাদের ভাল লাগে তাই আমরা ছাপি”.. এখন হয়েছে “যে সব সংবাদ বিক্রি হয়, তাই আমরা ছাপি”। | Anche DesertPeace presta attenzione ai titoli dei giornali, commentando quelli che si concentrano sulla relazione di Dwayat con una donna ebrea: |
16 | তবে, আমি এসব কিনছি না! | Beh, io non la bevo! |
17 | ক্যাববফেস্ট এর উইল আরেকটি পরিপ্রেক্ষিত বর্ণনা করছে, ইজরায়েল এবং প্যালেস্টাইনে বুলডোজারকে কিসের প্রতীক হিসেবে দেখা হয়: | Will, di KABOBfest, considera un altro punto di vista, il simbolismo del bulldozer in Israele e Palestina: |
18 | তিনজন ইজরায়েলী বেসামরিক লোককে হত্যা করে এই হত্যাযজ্ঞ একটি বিয়োগান্তক ঘটনা। | L'uccisione di questi tre civili israeliani rappresenta una tragica ironia. |
19 | কোন বেসামরিক লোকের রক্ত নেয়া কখনই ন্যয় কিছূ হতে পারে না, আমরা তাই এ নিয়ে কিভাবে কথা বলি তা গুরুত্বপূর্ণ। | Mentre lo spargimento del sangue di civili non può mai essere giustificato, è importante il modo in cui si parla di fatti simili. |
20 | এটিকে একটি সম্পর্কহীন ঘটনা অথবা আরেকটি অযৌক্তিক ফিলিস্তিনি হামলা হিসেবে না দেখে আমাদের দেখা উচিৎ কেন নির্মান যন্ত্র ইজরায়েল-প্যালেস্টাইনের ইতিহাসে খূন ও ধ্বংসের প্রতীক হিসেবে দাড়িয়েছে। | Più che inquadrarlo come un incidente isolato, o l'ennesimo sconsiderato attacco palestinese, dovremmo analizzare il perchè mezzi per l'edilizia siano diventati uno strumento di morte e distruzione in Israele e Palestina. |
21 | ফিলিস্তিনিদের জন্যে বুলডোজার ইজরায়েলী আগ্রাসনের প্রতীক। | Per i palestinesi, il bulldozer è un simbolo dell'aggressione israeliana. |
22 | একজন ফিলিস্তনি কর্তৃক বুলডোজার দিয়ে হত্যাযজ্ঞ এই সত্যকে পরিবর্তন করে না। | E un attacco con un bulldozer da parte di un palestinese non cambierà questa visione delle cose. |
23 | এটি আমাদের শুধূ মনে করিয়ে দেয় দ্রুত ন্যায্য শান্তির প্রয়োজনীয়তার কথা। | Servirà soltanto a ricordarci dell'urgente bisogno di una pace giusta. |
24 | রীমা আব্দেলকার, তার আরাবিস্তো. কম ব্লগে তার পাঠকদের এই ঘটনা অনুধাবন করতে সাহায্য করছে এই বলে: | Rima Abdelkader, nel suo blog Arabisto.com, aiuta i lettori a capire l'incidente spiegando che: |
25 | বুধবারের প্রচার মাধ্যমের কাভারেজে আরেকটি বিষয় অনুপস্থিত ছিল, যে বিশেষ করে ক্যাটারপিলার বুলডোজার ফিলিস্তিনি বাড়ীঘর ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। | Altro elemento importante tralasciato dalla copertura mediatica dei fatti di mercoledì è che quei bulldozer, ed in particolare i Caterpillar, sono in alcuni casi utilizzati per demolire case palestinesi. |
26 | এগুলোর একটি আমেরিকান শান্তিবাদী রেচেল কোরির প্রাণও নিয়েছে ২০০৩ সালে যখন তিনি এইসব ঘরবাড়ী গুঁড়িয়ে দেবার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। | Uno ha persino ucciso la militante pacifista americana Rachel Corrie nel marzo del 2003. |
27 | এই খবরটুকু অবশ্যই গুরুত্বপূর্ন গত বুধবারের ক্যাটারপিলার বুলডোজার দিয়ে বেসামরিক লোকদের মারার অনভিপ্রেত ঘটনা সম্পর্কে আলোচনা করার সময়ে। | Questa piccola informazione è importante per la discussione degli eventi di mercoledì, poiché l'omicida ha usato un Caterpillar per uccidere. |