# | ben | ita |
---|
1 | চীন: অপেশাদার নির্মাতার এক সংক্ষিপ্ত চলচ্চিত্র চীনের ইন্টারনেট সেন্সরশিপকে ব্যঙ্গ করছে | Cina: cortometraggio fa ironia sulla censura di Internet, ed è subito un successone online |
2 | চীনের বিখ্যাত অপেশাদার চলচ্চিত্র নির্মাতা হু গে। তিনি সম্প্রতি চীনের ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে একটি ব্যঙ্গাত্মক চলচ্চিত্র নির্মাণ করেছেন। | Recentemente il noto regista amatoriale Hu Ge [in] ha prodotto un cortometraggio satirico sulla censura ai danni di Internet in Cina. |
3 | সাত মিনিটের এই চলচ্চিত্রটির নাম, “প্রাণী জগৎ: গৃহপালিত প্রাণীর-বাসগৃহ”। এটি প্রাণী জগৎ ধরনের এক তথ্যচিত্রের মত চলচ্চিত্র। | Il filmato di 7 minuti [cin], dal titolo ‘Animal World: the Home-living Animal', ricalca un documentario del tipo pianeta degli animali e ha attirato centinaia di migliaia di visite nel giro di pochi giorni. |
4 | কয়েকদিনে এই চলচ্চিত্র শত শত হাজার হাজার দর্শককে আকৃষ্ট করেছে। | |
5 | এই চলচ্চিত্রটি সেই সমস্ত দর্শকদের জন্য যাদের তথাকথিত ‘গৃহপালিত প্রাণী' হিসেবে বিবেচনা করা হয়', আসলে যারা চীনের এক কোটি নেট নাগরিক। | Il cortometraggio presenta al pubblico i cosiddetti ‘animali domestici', che in realtà sono le decine di milioni di netizen cinesi. |
6 | গৃহপালিত প্রাণী ভাল্লুকের সাথে মানুষের মিল রয়েছে, যার বড় বড় চোখ ও কান মানুষের মত দেখতে। | Gli animali domestici somigliano parecchio agli esseri umani, con grandi occhi e orecchie simili a quelli umani. |
7 | তাদের অনন্য জীবনযাত্রা এমনকি আজও মানুষকে মুগ্ধ করে। | Ancor'oggi il loro particolare stile di vita affascina molta gente. |
8 | বাহ্যিকভাবে তারা আলাদা আলাদা ভাবে দৃশ্যমান হয় এবং একে অন্যের সাথে কোন ধরনের যোগাযোগ করে না। | In apparenza, sembra che siano separati e che non comunichino tra loro. |
9 | তবে তারা একে অন্যের সাথে কিছু একটার মাধ্যমে যোগাযোগ বজায় রাখে, যাকে বলা হচ্ছে ইন্টারনেট। | Tuttavia si mantengono in stretto contatto grazie a un qualcosa chiamato Internet. |
10 | অন্য প্রাণীর ক্ষেত্রে, ইন্টারনেট এক গভীর এবং তলাহীন এক এলাকা বলে বিবেচিত হয়, যা সকল ধরনের বিপদে পরিপূর্ণ। | Alle altre specie Internet appare un luogo profondo e impenetrabile, pieno di ogni tipo di pericolo. |
11 | এই গ্রহে রহস্যপূর্ণ ইন্টারনেটের চেয়ে আর কোন কিছুই ভয়ংকর ও প্রাণঘাতী নয়। | Su questo pianeta, niente è più terrificante e letale che la misteriosa Internet. |
12 | তবে গৃহপালিত প্রাণীর জন্য ইন্টারনেট যেন স্বর্গ। | Ma per gli animali domestici Internet è il paradiso. |
13 | এই চলচ্চিত্র ইন্টারনেটের বিভিন্ন সাধারণ ব্যবহারের দৃশ্য অঙ্কন করা হয়েছে। | Il film rappresenta vari modelli comuni dell'uso di Internet. |
14 | যেমন, এই চলচ্চিত্রে আমরা এক ‘গৃহপালিত মহিলা প্রাণীকে' দেখতে পাই, যিনি খুব সাধারণভাবে সারাদিন তার কম্পিউটার ব্যবহার করে ব্যাক্তিগত পোশাক ব্যবসা পরিচালনা করে; এক পুরুষ ক্যামেরার সামনে শরীরের পেশী দেখিয়ে তার সম্ভাব্য প্রেমিকার সাথে ফষ্টিনষ্টি করে, এদিকে এক নগ্ন পুরুষ ইন্টারনেটে ঘুরে বেড়ানোর সময় কম্বলের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে। | Per esempio, vediamo un ‘animale domestico femmina' che gestisce un'impresa tessile privata, semplicemente utilizzando il computer per tutto il giorno; un maschio flirta con la sua potenziale amante mostrandole i muscoli davanti alla telecamera del computer, mentre da un'altra parte un maschio nudo naviga in Internet sotto le coperte. |
15 | এই চলচ্চিত্রে, মানবকে পিতার মত শাসক চরিত্র হিসেবে দেখান হয়েছে, যারা গৃহপালিত প্রজাতিগুলোর জন্য ইন্টারনেটে অস্বাস্থ্যকর উপাদান দুর করে তাদের রক্ষা করে। | Nel film, gli ‘esseri umani' vengono rappresentati come figure paternalistiche che proteggono con amore le specie domestiche eliminando materiali nocivi su Internet. |
16 | কোন এক সময় ইন্টারনেটে পর্নোগ্রাফি বা অশ্লীল ও অন্যান্য অস্বাস্থ্যকর তথ্যে ভরে গিয়েছিল, যা এইসব গৃহপালিত প্রাণীর শরীর এবং মনের ক্ষতি করছিল। | Una volta c'è stata un'inondazione di pornografia e di altri contenuti malevoli su Internet, che aveva causato danni al corpo e alla mente degli animali. |
17 | কিন্তু এখন তারা মানব প্রজাতির কাছ থেকে সমন্বিত এবং সার্বজনীন যত্ন ও নিরাপত্তা লাভ করছে। | Ma adesso avevano ottenuto la cura e la protezione vasta e universale degli esseri umani. |
18 | এই যত্ন ও নিরাপত্তার বিষয়টি প্রদর্শিত হয় তখন, যখন একটি গৃহপালিত পুরুষ প্রাণীর প্রায় কেঁদে ফেলার উপক্রম হয়, যখন তার উপভোগ্য চলচ্চিত্রের সংঘর্ষ পূর্ণ দৃশ্য বাধাগ্রস্ত হয়, যা হিরো নামের ছবি থেকে নেওয়া হয়েছিল, সে সময় পুরো পর্দা জুড়ে একটা সতর্ক বার্তা এসে হাজির হয়। | Una forma di questa ‘cura e protezione' viene illustrata quando un animale domestico maschio è sul punto di piangere perchè la divertente e inaspettata scena di violenza nel film Hero [it] viene interrotta da un messaggio d'allarme sull'intero schermo. |
19 | হান হান এক প্রচণ্ড জনপ্রিয় ব্লগার যে কর্তৃপক্ষের উপর করা বিভিন্ন রসালো মন্তব্যের কারণে বিখ্যাত। | |
20 | তিনি এই চলচ্চিত্রে পুরুষ গৃহপালিত প্রাণীর ভূমিকায় অভিনয় করেছেন, যে প্রাণীটি ‘মাথায় খালি চিন্তায় কাজ করে' (কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার) এমন অসুখে আক্রান্ত। | Han Han [in], blogger straordinariamente popolare per le argute critiche all'autorità, partecipa al film come un animale domestico maschio afflitto dal ‘Disturbo da pensiero compulsivo'. |
21 | চিন্তা মাথায় যন্ত্রণা দেয় (কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার) এমন এক অসুখ যা গৃহপালিত প্রাণীদের মধ্যে দেখা যায়। | Il Disturbo da Pensiero Compulsivo è una sindrome comunemente riscontrata tra gli animali domestici. |
22 | যেমন, এই পুরুষ (হান) সারাদিন প্রচুর প্রশ্ন নিয়ে চিন্তা করে। | Per esempio, questo maschio (Han) ogni giorno passa il tempo a pensare a ognipossibile tipo di domanda. |
23 | কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার বা চিন্তা করার মত অসুখ কেবল সবকিছুকে বেশ দুর্বলই করে দেয় না, একই সাথে তা প্রচণ্ড ছোঁয়াচে। | Il Disturbo da pensiero compulsivo non è solo immensamente debilitante, ma anche contagioso. |
24 | এর ফলে, এই সমস্ত সুন্দর ছোট্ট প্রাণীদের এই রোগের হাত থেকে রক্ষা করার মানব জাতি জন্য সম্ভাব্য সকল উপায় প্রয়োগ করে। | Perciò gli esseri umani hanno preso tutte le misure di protezione possibili per proteggere questi animali piccoli e carini da tale malattia. |
25 | এই চলচ্চিত্রে, আমরা দেখতে পাচ্ছি হান কেবল একটি ব্লগ লেখে শেষ করছে, কিন্তু তা “পর্যবেক্ষণের অধীনে রয়েছে” নামক অবস্থায় আটকে থাকে। কম্পিউটার নষ্ট না হওয়া পর্যন্ত এই অবস্থাই চলতে থাকে। | Nel film, vediamo che Han finisce di scrivere un blog, ma rimane bloccato per sempre nella fase ‘in revisione' finchè il computer alla fine si blocca. |
26 | অন্য যে সমস্ত গৃহপালিত পুরুষ রয়েছে, তাদের অবস্থা আরো খারাপ। | Ancor peggio quanto accade a un altro animale domestico maschio. |
27 | আরেকজন একটা প্রবন্ধ লেখা শেষ করার সময়, সাধারণ পোশাকের একদল পুলিশ জোর করে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়। | |
28 | দি হোম-লিভিং এনিমেলের সাথে আরেক অপেশাদার পরিচালকের তৈরি করা এক চলচ্চিত্রের মিল রয়েছে। | Dopo aver finito un articolo, una squadra di poliziotti in borghese irrompe nella stanza e lo porta via. |
29 | সম্প্রতি দা ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমের উপর যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে, দা ওয়ার অফ ইন্টারনেট অ্যাডিকশন নামক চলচ্চিত্রটি এই ঘটনাটিকে ছুঁয়ে গেছে। | The Home-living Animal assomiglia ad un altro film amatoriale, The War of Internet Addiction, [in] che tratta della recente proibizione [in] del gioco World of Warcraft. |
30 | তবে অনেক লোকের কাছে এটি সাধারণ নিয়ন্ত্রণ প্রচেষ্টার এক শক্তিশালী সমালোচনা এবং এটি অন্তত লক্ষ লক্ষ দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। | Per molti, tuttavia, rappresenta una acuta critica al controllo in generale e ha ricevuto milioni di visite. |
31 | এখন পর্যন্ত এই দুটি চলচ্চিত্র কৌতূহলজনকভাবে ইন্টারনেট সেন্সরশিপের (নিষেধাজ্ঞার) হাত থেকে বেঁচে রয়েছে। | Finora, stranamente, entrambi i film sono scampati alla censura di Internet in Cina. |