# | ben | ita |
---|
1 | মুক্ত প্রবেশাধিকার এবং ডিজিটাল অধিকার জটিলতা | Open access e diritti digitali: un labirinto senza uscita? |
2 | স্থান এবং কালের আবর্তে চিন্তাপদ্ধতি কিভাবে বদলায়? | Come mutano le modalità di trasmissione del pensiero nello spazio e nel tempo? |
3 | ব্রিটিশ নৃতাত্ত্বিক জ্যাক গুডি সমাজের ভেতরের নতুন ধরনের যোগাযোগ সম্পর্কিত তার ১৯৯৭ সালে প্রকাশনা ‘চঞ্চল চিত্তকে ঘরে ফেরানো'তে এই প্রশ্নটির অবতারণা ঘটিয়েছেন। | Questa una delle domande che l'antropologo britannico Jack Goody [it] affronta ne The Domestication of the Savage Mind [en, come i link successivi tranne dove altrimenti indicato], opera del 1977 sulle nuove forme di comunicazione all'interno della società. |
4 | তার পর্যবেক্ষণ অনুসারে মুখে মুখে জ্ঞানের বিস্তার ঘটানো একটি সংস্কৃতি লেখনী-ভিত্তিক সংস্কৃতির মতো করে একইভাবে চিন্তা করে না। | Secondo la sua indagine, una cultura che diffonde il sapere oralmente non pensa allo stesso modo di una cultura basata sulla scrittura. |
5 | আজ এটি জ্ঞান বিস্তরণের নতুন একটি পদ্ধতি - ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জটিলতর রূপ পরিগ্রহ করেছে। ইন্টারনেটে আমরা মৌখিক এবং লিখিত রূপকে সংযুক্ত করে যোগাযোগ করি। | Oggi questi due veicoli primari della conoscenza vengono affiancati dalla tecnologia digitale, che ci permette di combinare forma orale e quella scritta nella comunicazione online. |
6 | ধন্যবাদ, মানব ইতিহাসের বিচারে এখনও নতুন এই প্রযুক্তিকে - জ্ঞানের অর্থাৎ উপাত্তের এই বিস্তারকে - যা একটি আন্তঃসংযুক্ত মাধ্যমের মতো ক্রমাগত বিস্তৃত হচ্ছে। | Grazie a questi strumenti, ancora nuovi nel corso della storia umana, la trasmissione della conoscenza - ossia, di dati - va ampliandosi sempre più come in una matrice globale interconnessa. |
7 | যদি এই জায়গাটি আমাদের প্রত্যেকের দ্বারা তৈরি হয়ে থাকে তবে একটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের কিভাবে ইন্টারনেট ব্যবহার করা উচিৎ? | Ma se un po' tutti noi abbiamo contribuito alla creazione di questo spazio, allora sorge un quesito fondamentale, da cui ne sorgono altri mille, Come andrebbe usata Internet? |
8 | এই প্রশ্নটিতে অনেকগুলো বিষয় অন্তর্ভূক্ত। | La condividisione di qualsiasi tipo di contenuto va sempre autorizzata preventivamente? |
9 | সবধরনের তথ্য-উপাত্ত ভাগাভাগি করা কী অনুমোদিত হওয়া উচিৎ? কে কোন শর্তে কোন তথ্যে প্রবেশাধিকার পাবে? | Chi può accedere a certi dati, e in base a quali condizioni? |
10 | কার এটা নজরদারি এবং নিয়ন্ত্রণ করা উচিৎ? | E a chi spetta monitorare e controllare tale accesso? |
11 | ২,৫০০টি দীপাধার দিয়ে তৈরি গোলকধাঁধা, উইকিমিডিয়া কমন্স - লাইসেন্স সিসি-বাই-এসএ | Labirinto di 2500 candele, Wikimedia Commons - Licenza CC-BY-SA |
12 | তথ্যের স্বাধীনতা বনাম নিরংকুশতা | Libertà o esclusività dell'informazione? |
13 | আধুনিক চিন্তাধারা অনুসারে, গবেষণায় জ্ঞানের শিকড় প্রোথিত। | Per il pensiero moderno, la conoscenza affonda le proprie radici nella ricerca. |
14 | বিজ্ঞানী এবং সমাজের চিন্তাবিদ শিক্ষাবিদরা আনুষ্ঠানিক সত্যের সাংস্কৃতিক স্মৃতির ধারণায় এই সংস্কৃতি এবং রীতিটি তৈরি করেছে। | Sono scienziati e accademici, considerati i pensatori della società, a creare questa cultura e a registrare nella memoria culturale le nozioni delle verità ufficiali. |
15 | প্রাতিষ্ঠানিক এবং সরকারী প্রকাশনার পক্ষপাতের মাধ্যমে এই জ্ঞান বিস্তৃত হয়। | Questa conoscenza viene poi distribuita tramite pubblicazioni governative e istituzionalizzate, per cui tendenzialmente di parte. |
16 | মধ্য-এশিয়া ভিত্তিক বিশেষজ্ঞ গবেষক সারাহ কেন্ডজিওর এসম্পর্কে মন্তব্য করেছেন: | Sarah Kendzior, ricercatrice residente in Asia centrale, sostiene al riguardo: |
17 | নিরংকুশতার উপর একাডেমিক প্রকাশনার ভিত নির্মিত। | I trattati accademici si fondano sull'esclusività. |
18 | (…) একসময় অভিজাত স্থানগুলোতে প্রকাশনা কারো পাণ্ডিত্যের মানের চিহ্ন হিসাবে বিবেচিত হতো। | (…) un tempo pubblicare su riviste di prestigio significava essere uno scienziato. |
19 | (…) আজকে এটা শুধু আপনার লেখা অপঠিত থেকে যাওয়াকেই নিশ্চিত করে। | (…) Oggi invece significa solo che quanto hai scritto non verrà letto. |
20 | তবে, ডিজিটাল চিন্তা এই পদ্ধতি কাজ করছে না বলেই মনে হচ্ছে। | Il pensiero digitale non sembra però funzionare allo stesso modo. |
21 | ইন্টারনেটে প্রাতিষ্ঠানিক জ্ঞান বৈশ্বিক তথ্যস্রোতের সঙ্গে মিশে যায় এবং অন্য যে কোন তথ্যের মতোই গণ্য হয়। | Su Internet il sapere ufficiale si mescola al flusso delle informazioni globali e viene trattato come qualsiasi altro tipo di contenuto. |
22 | স্বাধীনতা বিশেষত্বকে ছাড়িয়ে যাচ্ছে। | La libertà ha la meglio sull'esclusività. |
23 | অধিকাংশ বৈজ্ঞানিক জার্নাল এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে, বিশুদ্ধরূপে তা কেনার জন্যেই বিদ্যমান এবং আলোচনা ফোরাম, সংযোগ বা সরাসরি প্রবেশাধিকারে মতো ইন্টারনেটের অতিরিক্ত কোন কার্যকারিতাকে ব্যবহার করে না। | Oggi gran parte delle pubblicazioni scientifiche sono disponibili online, ma soltanto come punto di visibilità per l'acquisto, senza utilizzare altre funzionalità di Internet quali forum di discussione, link e accesso diretto. |
24 | একজন বৈজ্ঞানিক বাণিজ্যিক সম্পাদকের সাধারণ চর্চাটি হলো পিডিএফ (পোর্টেবল ডক্যুমেন্ট ফরম্যাট) নিবন্ধগুলোর অবস্থান দেখিয়ে দিয়ে সেগুলো পাবার জন্যে আপনাকে একটি বড় অংক দাবি করা। | Far pagare l'accesso è divenuta una pratica comune degli editori commerciali in campo scientifico, indicando il link ai file PDF per poi farne pagare salato lo scaricamento. |
25 | উদাহরণস্বরূপ, এলসভিয়ার সম্পাদিত একটি জার্নালে একটি ছয় পাতার নিবন্ধের জন্যে ৩৯. ৯৫ ডলার (প্রায় ৩,২০০ টাকা) দাবি করা হয়। | Questo articolo di sei pagine, per esempio, viene offerto a 39,95 dollari in una rivista scientifica pubblicata da Elsevier. |
26 | তার ব্লগে ড্যান কোহেন ব্যাখ্যা করেছেন এধরনের একটি বাধার কারণ: | Dan Cohen spiega così i motivi di queste barriere: |
27 | আমরা যা আশা করিনি সেটা হলো ওয়েবের প্রতি আরেক ধরনের প্রতিরোধ যেটা ডিজিটাল রাজ্যে বা লুড্ডিজ্জমের সঙ্গে অপরিচিতির কারণে ঘটেনি বরং তা আরো সূক্ষ্ম এবং ব্যাপকবিস্তৃত গোঁড়ামি - প্রথাগত একাডেমিক পদ্ধতি এবং ঘরানার মারাত্নক নিষ্ক্রিয়তার কারণে ঘটেছে, যেটা একাডেমিটিকে নতুন মিডিয়াকে মেনে নিতে দেয় না। | Quello che non ci aspettavamo era un nuovo tipo di resistenza al web, basata non sulla scarsa familiarità con il mondo digitale o sul Luddismo, bensì sull'incredibile inerzia di generi e metodi accademici tradizionali, delle tendenze più sottili e diffuse che impediscono al mondo accademico di adottare i nuovi media. |
28 | মুক্ত প্রবেশাধিকার | Open Access |
29 | এই একাডেমিক প্রতিরোধের মুখে প্রধানতঃ ইন্টারনেটে বা ইন্টারনেট নিয়ে কাজ করা গবেষকদের একটি গোষ্ঠী বিনামূল্যে গণঅর্থায়নে বৈজ্ঞানিক গবেষণার ডিজিটাল প্রকাশনা লাভের দাবি করেছে। তারা এর নাম দিয়েছে মুক্ত প্রবেশাধিকার প্রকল্প। | Di fronte a tale riluttanza in ambito accademica, un gruppo di ricercatori, la maggior parte dei quali lavora su o con Internet, ha rivendicato il libero accesso alle pubblicazioni scientifiche realizzate con i fondi pubblici, dando vita al movimento dell'Open Access. |
30 | এটাই ছিল ২০১১ সালে মার্কিন সরকার কর্তৃক অ্যারন সোয়ার্জকে দোষী করে প্রদত্ত রায়ের পিছনের পটভূমি। | |
31 | একটি এমআইটি-সার্ভা্রের মাধ্যমে প্রায় ৪৮ লক্ষ বৈজ্ঞানিক নিবন্ধ ডাউনলোডের দায়ে তিনি অভিযুক্ত। এই নিবন্ধগুলো জেস্টর সম্পাদক বিক্রি করেছেন এবং এগুলো যে কারো পাওয়ার জন্যে সোয়ার্জ অনলাইনে রেখে থাকতে পারেন। | Questo il quadro generale che nel 2011 ha portato alle pesanti capi d'imputazione emessi delle autorità statunitensi nei confronti di Aaron Swartz, accusandolo di aver scaricato tramite un server del MIT circa 4.8 milioni di articoli scientifici di JSTOR allo scopo di metterli a libera disposizione online. |
32 | বোস্টন উইকিপিডিয়া সম্মেলনে অ্যারন সোয়ার্জ, উইকিমিডিয়া কমন্সে সাগে রস - লাইসেন্স সিসি-বাই-এসএ | Aaron Swartz durante un evento di Wikipedia a Boston (Sage Ross su Wikimedia Commons, Licenza CC-BY-SA) |
33 | তবে, তথ্যের স্বাধীনতা প্রচারের জন্যে ২০১১ সালের ১১ই জানুয়ারী তারিখে তার আত্মহত্যার পরেই কেবল তার কর্ম সম্পর্কে সাধারণ জনগণকে জানানো হয়েছে। | Purtroppo il mondo è venuto a sapere di quanto Aaron aveva fatto in nome della libertà d'espressione solo dopo il suo suicidio, avvenuto l'11 gennaio 2013. |
34 | এতে সংহতির যে ঢেউ সৃষ্টি হয়েছে তারপর থেকে অনেক শিক্ষাবিদ পিডিএফ ফরম্যাটে অবাধে তাদের বৈজ্ঞানিক নিবন্ধ বিতরণ করেছেন। | Alla sua morte, molti accademici hanno deciso di sostenerne la causa diffondendo le proprie ricerche come file PDF, liberamente accessibili a tutti sul web. |
35 | এই উদ্যোগটি চালু হয়েছে রেডিট-এ ড্যানিশ স্নায়ুবিজ্ঞানী মিকাহ অ্যালেন প্রস্তাবিত এবং টুইটারে ইভা ভিভলাট ও জেসিকা রিচম্যানের শুরু করা #পিডিএফশ্রদ্ধা হ্যাশট্যাগের সঙ্গে সঙ্গে। | L'iniziativa nasce dalla proposta avanzata su Reddit da Micah Allen, un neuroscienziato danese, e concretizzatasi poi su Twitter sotto l'hashtag #PDFTribute grazie a Eva Vivalt e Jessica Richman. |
36 | তবুও মুক্ত প্রবেশাধিকার আন্দোলনটি ডিজিটাল সময়ের পরিমাপে একেবারে সাম্প্রতিক কিছু নয়। | Comunque il movimento dell'Open Access non è poi così recente, secondo di tempi di Internet. |
37 | ২০০১ সালে বুদাপেস্ট মুক্ত প্রবেশাধিকার উদ্যোগে জন্ম নিয়ে এটি পুষ্ট হয়েছে সাইবার জগৎকে মুক্ত করার বৈশ্বিক আকাংক্ষার গভীরে। | Creato nel 2001 dall'iniziativa Open Access di Budapest, è andato via via crescendo, alimentato dal desidero globale di ampliare confini di Internet. |
38 | ধারণাটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এমনকি কেনিয়ার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এবং ইউরোপীয় কমিশনের অভ্যন্তরে - যারা একে ২০২০ সালের জন্যে অন্যতম একটি অগ্রাধিকার বানিয়ে ফেলেছে - পৌঁছে গেলেও আমেরিকান গুটি কয়েক ব্যাতিরেকে মার্কিন গবেষণাকর্মের সুরক্ষাকারীরা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে: | Nonostante il successo raggiunto in diverse università in Gran Bretagna, Irlanda e persino inKenya, per non parlare del consenso guadagnato in seno alla Commissione Europea che ha fatto dell'open access una dei maggiori obiettivi da raggiungere entro il 2020, i baluardi della ricerca statunitense, salvo qualche rara eccezione, rifiutano di adeguarsi ai tempi: |
39 | @সারাহ কেন্ডজিওর: একাডেমিক স্থাপনাগুলো ভয়ের একটি সংস্কৃতির অংশবিশেষ। | @sarahkendzior: I baluardi del mondo accademico appartengono alla cultura della paura. |
40 | বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার চেয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ভয়। | Paura di confrontarsi con il mondo invece che staccarsene. |
41 | #পিডিএফশ্রদ্ধা | #pdftribute |
42 | ডিজিটাল চিন্তাধারা অনুসারে, ভাগাভাগি করা এবং বিতর্কের জন্যে একটি বৈজ্ঞানিক নিবন্ধ লেখা হয়। | In base al pensiero digitale, un articolo scientifico viene scritto per essere condiviso e discusso. |
43 | প্রথাগত মডেলের প্রতিলিপি তৈরীর মাধ্যমে বাণিজ্যিক সম্পাদক অবাধ প্রবেশাধিকার মডেলকে প্রত্যাখ্যান করে সাইবার জগতের অনুপযোগী একটি পদ্ধতিকে স্থায়ীত্ব প্রদান করেছে। গবেষক এবং জনগণের মধ্যে সবধরনের যোগাযোগ অস্বীকার করা কঠোর নিয়ম শাসিত এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট জনগোষ্টীর কাছে তথ্য কুক্ষিগত থাকে। | Negli schemi tradizionali invece l'editoria commerciale rifiuta il modello dell'accesso aperto, opposto alla natura stessa di Internet, riservando le informazioni a piccole élite, impedendo la comunicazione tra il ricercatore e il pubblico, creando i presupposti per l'isolamento e il non-riconoscimento anche da parte dei colleghi. |
44 | প্রথমতঃ অভিজাতদের অস্বীকৃত এই পদ্ধতিটি তাদের সম্প্রদায়ের একেবারে ভেতরকার বা এমনকি আইনি প্রক্রিয়া সংক্রান্ত প্রান্তিকতার ঝুঁকির মধ্যে রয়েছে। | L'opne access facilita invece la condivisione di informazioni tra i ricercatori, superando i confini delle varie discipline e Paesi. |
45 | উদ্দীপ্ত উদাহরণগুলো থেকেই বৈজ্ঞানিক তথ্যের অবাধ প্রাপ্যতাটি সৃষ্টি হয়েছে। | A questo proposito Sean Guillory, studioso esperto di storia russa, sostiene: |
46 | অবাধ প্রবেশাধিকার জ্ঞানের বিভিন্ন শাখার এবং বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানীদের মধ্যে অপেক্ষাকৃত ব্যাপক তথ্যের বিস্তারের সুযোগ সৃষ্টি করে। | Esiste una profonda mancanza di comunicazione, di accesso e di dialogo tra il sapere sull'Eurasia prodotto dagli esperti occidentali e quello che viene prodotto dagli esperti “del luogo”. |
47 | রাশিয়ার ইতিহাস বিশেষজ্ঞ শন গুইলরি যেমন উল্লেখ করেছেন: | Ma come testimonia l'esempio di Sarah Kendzior, l'accesso aperto non giova solo agli scienziati: |
48 | ইউরেশিয়া সম্পর্কে “পশ্চিমা” পণ্ডিতদের এবং “ওখানকার” বিদ্বানদের সৃষ্ট জ্ঞানের মধ্যে যোগাযোগ, প্রবেশাধিকার এবং সংলাপের খুবই বিস্তর একটি তফাৎ বিদ্যমান। অবাধ প্রবেশাধিকার এছাড়াও অ-বৈজ্ঞানিক জনগণকে সারাহ কেন্ডজিওরের উদাহরণে ফিরে যেতে সাহায্য করছে: | Con i due lavori condivisi su Academia.edu, Sarah Kendzior ha aiutato i rifugiati uzbechi a trovare un rifugio sicuro all'estero, e ha portato il mondo della letteratura uzbeca contemporanea nella quotidianità degli adolescenti del Midwest statunitense. |
49 | একাডেমিয়া. ইডিইউ-তে একটি লেখা আপলোডের মাধ্যমে সারাহ কেন্ডজিওর উজবেক উদ্বাস্তুদের বিদেশে একটি নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পেতে সাহায্য করেছেন। | Secondo il rapporto Finch, pubblicato il 19 giugno 2012, le barriere imposte dal vecchio modello commerciale frenano l'innovazione, la crescita e gli altri benefici della ricerca. |
50 | অন্য আরেকটি লেখা আপলোডের মাধ্যমে তিনি মধ্যপশ্চিমের তরুণ-তরুণীদের জীবনে সমসাময়িক উজবেক সাহিত্যের দুনিয়াকে নিয়ে এসেছেন। | |
51 | ২০১২ সালের ১৯শে জুন তারিখে প্রকাশিত ফিঞ্চ প্রতিবেদন অনুসারে, পুরোনো বাণিজ্যিক মডেলটি উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং গবেষণা থেকে অন্যান্য সুবিধার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। | Il mondo digitale, seppure complicato, si fonda su principi egualitari, per cui l'informazione dovrebbe essere accessibile a tutti. È questa la libertà democratica alla base del Manifesto del Dominio Pubblico: |
52 | প্রত্যেকের তার কাংক্ষিত তথ্যে অবাধে প্রবেশাধিকার থাকা উচিত, এই ধারণার ফলে জটিলতর হলেও, ডিজিটাল দুনিয়া আভিজাত্যের বিবেচনায় তার পূর্বসুরীদের থেকে নিজেকে পৃথক করতে পেরেছে। | In periodi di rapido cambiamento tecnologico e sociale il pubblico dominio adempie a un ruolo sostanziale per la partecipazione culturale e l'innovazione digitale, e di conseguenza va attivamente sostenuto. |
53 | পাবলিক ডোমেইন ইশ্তেহারের পশ্চাতের গণতান্ত্রিক স্বাধীনতাই এটি: | Il patrimonio culturale digitale della Francia in vendita |
54 | দ্রুতগতিশীল প্রযুক্তিগত এবং সামাজিক পরিবর্তনের একটি সময়ে সাংস্কৃতিক অংশগ্রহণ এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে পাবলিক ডোমেইন একটি অপরিহার্য ভূমিকা পালন করছে, আর তাই এর সক্রিয় রক্ষণাবেক্ষণ প্রয়োজন। | Il 18 gennaio 2012 l'annuncio di un accordo tra la Bibliothèque Nationale e alcune aziende private ha acceso un dibattito che è andato a fondersi con quello sull'open access, una causa che sta a cuore a molte organizzazioni francesi. |
55 | বিক্রয়ের জন্যে ফ্রান্সের ডিজিটাল সাংস্কৃতিক ঐতিহ্য | Ecco per esempio cosa si legge su Framablog [fr]: |
56 | ২০১২ সালের জানুয়ারী মাসের ১৮ তারিখে ফ্রান্সে বিবলিওথেক ন্যাশোনেল (বিএনএফ) এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে একটি চুক্তির স্বাক্ষরের ঘোষণা করা হয়েছে। | Questi accordi garantiscono ai privati un'esclusiva di 10 anni per la commercializzazione dei contenuti in forma di database, con cui avranno accesso online a Gallica, la biblioteca digitale della BNF. |
57 | এটা অনেকগুলো ফরাসী গোষ্ঠী এবং অ্যাসোসিয়েশন সমর্থিত জ্ঞান জগতে সকলের প্রবেশাধিকার নিয়ে বিতর্কে ভূমিকা রেখেছে, যেমনটি বলা হয়েছে ফ্রামাব্লগের এই আপীলে [ফরাসী ভাষায়]: | |
58 | অংশীদারিত্বগুলো এইসব বেসরকারী কোম্পানীগুলোকে ১০ বছরের জন্যে এইসব কাজগুলোকে ডাটাবেস হিসেবে বাণিজ্যিকীকরণের নিরংকুশতা প্রদান করেছে, যেগুলো থেকে বিএনএফের ডিজিটাল লাইব্রেরী গ্যালিকে অনলাইনে প্রবেশাধিকার থাকবে। | I maggiori acquirenti delle licenze di accesso saranno enti di ricerca o biblioteche universitarie; una situazione assurda, dove il servizio pubblico si troverà costretto, in mancanza di alternative, a comperare porzioni del nostro patrimonio culturale comune in forma digitale. |
59 | এইসব কন্টেন্টে প্রবেশাধিকার লাইসেন্সের প্রধান ক্রেতা হবে সরকারী গবেষণা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, যার ফলে সরকারী কর্মকর্তারা অনন্যোপায় হয়ে ডিজিটাইজড হওয়া আমাদের ভাগাভাগি করা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এইসব কন্টেন্ট কিনতে বাধ্য হবে। | |
60 | এইসব বেসরকারী ডিজিটাইজেশনের পিছনের চুক্তিগুলো ঐতিহাসিক কারণেই যে জ্ঞান জগৎ আমাদের অধিকারে থাকার কথা ছিল সেখানকার প্রবেশাধিকারকে সীমাবদ্ধ করে। | Gli accordi alla base di questa digitalizzazione privata limitano l'accesso al sapere che invece storicamente dovrebbe appartenere a tutti noi. |
61 | ধনী প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে সাংস্কৃতিক তথ্যের এই সংরক্ষণ প্রক্রিয়া এবং ডিজিটাল পুণর্দখল প্রকাশ্য স্থান অর্থাৎ ইন্টারনেটে মানব মস্তিষ্ককে শোষনের একটি উপায়কে প্রকারন্তরে পুন:স্থাপন করে। | Questo processo di archiviazione e questa riappropriazione digitale della cultura, finanziati da istituzioni danarose, traspone e impone un modo di sfruttare la mente in quello spazio pubblico che è Internet. |
62 | এখানে এটা ইন্টারনেটের প্রকৃতিকে ভুল বুঝার কোন ব্যাপার নয়। বরং এটা আমাদের ঐতিহ্য অংশবিশেষের উপর একটি বাণিজ্যিক শ্বাসরোধ। | Qui non si tratta di aver confuso la natura stessa di Internet, bensì di aver preso alla gola parte del nostro patrimonio culturale. |
63 | অন্য কথায়, এই বেসরকারী ডিজিটাইজেশনগুলো আসলে সমস্ত মানবজাতির মালিকানাধীন সাইবার জগতের একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ এবং একটি বুদ্ধিবৃত্তিক স্থান দখল করছে। | In altre parole, queste digitalizzazioni privatizzate sono un modo per assumere il controllo di una parte della Rete e per occupare uno spazio culturale che appartiene all'umanità. |
64 | আধুনিক এবং প্রথাগত চিন্তাবিদদের উদ্ভাবনী কল্পণার অভাব জনগণের জন্যে একটি স্থানের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে একটি ডিজিটাল চিন্তাপদ্ধতির উন্নয়নকে চ্যালেঞ্জের সম্মূখীন করেছে। | La messa a punto di un approccio digitale alla conoscenza - con una forte enfasi sullo spazio pubblico - è ostacolato dalla mancanza di visione innovativa da parte di intellettuali sia moderni che tradizionali. |
65 | তবে, ডিজিটাল যুগের প্রারম্ভিককাল থেকে কিছু একটা পরিবর্তন ঘটেছে। | Ciononostante, è impossibile negare che qualcosa sia cambiato dall'avvento dell'era digitale. |
66 | আজকে প্রযুক্তিগত হাতিয়ারের মালিক গণতান্ত্রিক বুদ্ধিমত্তাটিই বর্তমানে একটি অভিজাত গোষ্ঠীর বাধা সৃষ্টির পূর্ব পর্যন্ত আমাদেরকে জ্ঞানের জগতে প্রবেশাধিকার দিয়েছে। | Oggi è l'intelligenza democratica ad avere in mano quegli strumenti tecnologici che consentono l'accesso a un sapere finora riservato alle élite. |