Sentence alignment for gv-ben-20141212-46010.xml (html) - gv-ita-20141212-93890.xml (html)

#benita
1যুবরাজের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে বাহরাইনে তীব্র যানজটBahrain: netizen disperati e traffico bloccato per agevolare il triathlon del figlio del re
2যুবরাজের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে বাহরাইনের মুহারাক শহরে আজ তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।Il traffico paralizzato a Muharraq, in Bahrain, mentre il figlio del Re partecipa a un triathlon il 6 dicembre.
3ছবিটি টুইটারে শেয়ার করেছেন মোহাম্মদ বুচেরি।Foto condivisa da @MohdBucheeri su Twitter
4আজ (৬ ডিসেম্বর) বাহরাইনের যুবরাজ শেখ নাসের বিন হামাদ আল খলিয়া সোয়ামের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশটির প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
5আর এর ফলে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে। বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইট মিস করেছেন।Il 6 dicembre, in Bahrain, il traffico è stato paralizzato in seguito alla chiusura di alcune delle strade principali del paese, dalle ore 7 alle 23, per permettere al figlio del Re di partecipare a un triathlon.
6ডাক্তাররা সময়মতো হাসপাতালে পৌছাতে না পারার কারণে রোগীদের চিকিত্সা ছাড়াই ফিরে যেতে হয়েছে। তবে সবচে' বেশি ভোগান্তির ঘটনা ঘটেছে মুহারাক শহরে।Un funerale è stato ritardato, il traffico aereo interrotto, dato che i viaggiatori perdevano i loro voli, i medici non potevano andare a lavorare e i pazienti erano lasciati senza cure mentre Shaikh Nasser bin Hamad Al Khalifa nuotava e correva a piedi e in bicicletta per lo stato.
7কারণ ৭৮০ বর্গ কিলোমিটারের দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত।La maggior parte degli imbottigliamenti sono stati riscontrati a Muharraq, dove è situato l'aeroporto internazionale del Bahrain, stato che ricopre un'aera totale di 780 chilometri quadrati.
8রাজ পরিবারের সদস্যদের সমালোচনার ব্যাপারে বাহরাইনের নেটিজেনরা সবসময়ই চূড়ান্ত ধৈর্যশীলতার পরিচয় দেন। যদি কখনো করেনও তবে সেটা তাদের আসল নামের অ্যাকাউন্ট থেকে করেন না।La sorpresa è stata sui social media dove i netizen, solitamente restii a criticare le azioni dei membri della famiglia reggente, hanno usato i loro veri nomi e le loro voci per esprimere le peggiori critiche.
9তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যানজট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।Raeda Sabt ha scritto [ar, come tutti i tweet seguenti, salvo dove diversamente indicato]:
10রায়দা সাবট লিখেছেন:Un funerale è stato ritardato, gli aerei bloccati, le strade chiuse.
11অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হয়েছে, বিমানবন্দরে উড়োজাহাজ আটকে পড়েছে, রাস্তা বন্ধ হয়েছে।Questo significa che gli interessi del popolo sono l'ultimo dei loro problemi, solo perché alcune persone vogliono correre!!
12এর মানে কি কয়েকজন মানুষের দৌড়াতে চেয়েছে বলে মানুষ তাদের ব্যাপারে আগ্রহ দেখাবে!
13আহমেদ বুচারি টুইট করেছেন:Ahmed Bucheery ha detto [en]:
14একটি ছোট্ট দেশের পথঘাট বন্ধ করে দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা আহাম্মকী।Si deve essere veramente stupidi per organizzare una gara che blocca tutte le strade di un paese così piccolo
15মোহাম্মদ বাউলি মুহারাক শহরের বাসিন্দা।
16টুইটারে তার ৩,৮৯০ জন অনুসরণকারী রয়েছেন। তিনি লিখেছেন:Mohamed Buali, residente di Muharraq seguito su Twitter da 3.890 utenti, nota:
17বাহরাইনের রাস্তায় আমি আগে কখনো এমন ভিড় দেখিনি। আবার হিদ, আরাদ এবং মুহারাক শহরে আজকে যা দেখলাম, এমনভাবে মানুষকে আগ্রহ হারাতেও দেখিনি।Non ho mai assistito a questo tipo di organizzazione e di congestione sulle strade del Bahrain, o di danni agli interessi delle persone, come ho visto oggi a Hidd, Arad e Muharraq
18তিনি আরো লিখেছেন:Aggiunge:
19আমি অপেক্ষা করছিলাম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমন ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন।Sto aspettando che un rispettabile funzionario ufficiale si scusi con le persone e ammetta gli errori e la pessima organizzazione. Quale persona sana di mente bloccherebbe le strade per l'aeroporto?
20এমন কোনো বিবেচক মানুষ আছেন, যিনি বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে পারেন?Su Vine, Mohammed Bucheeri ha condiviso questo video di passeggeri in cammino verso l'aeroporto con le loro valigie:
21ভাইনে মোহাম্মদ বুচারি এই ভিডিও শেয়ার করেছেন, যেখানে যাত্রীদের ব্যাগ-বোচকা নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে দৌড়াতে দেখাতে যাচ্ছে:Bucheeri è particolarmente irritato dalla chiusura delle strade perché il funerale di suo cugino ha dovuto essere ritardato in quanto la famiglia e gli altri partecipanti non potevano raggiungere il cimitero.
22বুচারি এই ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন।Ha mandato questo tweet a Shaikh Nasser:
23কেননা, পরিবারের সদস্য এবং শুভার্থীদের আসতে দেরি হওয়ায় তার ভাইয়ের অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হচ্ছিল।
24তিনি শেখ নাসেরের উদ্দেশ্যে টুইটে বলেন:A Shaikh Nasser, Mio cugino è morto e ci sta aspettando al cimitero.
25প্রতি শেখ নাসের, আমার ভাই মারা গেছেন।Nessuno è in grado di raggiungerlo per la sepoltura E' una cosa accettabile?
26আমাদের জন্য সবাই কবরস্তানে অপেক্ষা করছেন।In un altro tweet, condivide l'incontro un agente di polizia::
27কিন্তু অন্ত্যোষ্টিক্রিয়ায় কেউ যেতে পারেনি এটা কি গ্রহণযোগ্য?Ho detto all'agente: abbiamo un lutto in famiglia e dobbiamo andare al cimitero.
28অন্য একটি টুইটে পুলিশের সাথে তার বাক-বিতণ্ডার কথা উল্লেখ করেছেন:Mi ha detto di tornare a casa perché è in corso una gara e le strade sono chiuse.
29আমি পুলিশ অফিসারকে বললাম, আমাদের পরিবারের একজন মারা গেছেন।Molti netizen hanno condiviso le foto di persone che camminavano lunghe distanze per raggiungere l'aeroporto.
30আমাদের কবরস্তানে যেতে হবে। তিনি আমাকে বললেন, বাড়ি ফিরে যান।Abdulla Al Jalahma ha condiviso questa immagine del tabellone informativo dell'aeroporto e ha chiesto:
31প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধ করা হয়েছে।Chi, oltre ai poveri, dovrà affrontare le perdite?
32মানুষজনের বিমানবন্দরের দিকে হেঁটে যাওয়ার ছবি অনেক নেটিজেন শেয়ার করেছেন।
33আবদুল্লাহ আল জালাহমা বিমানবন্দরের নোটিশবোর্ডের ছবি শেয়ার করে জিজ্ঞেস করেছেন: কে আছেন এই ক্ষতি নিজের কাঁধে তুলে নিবেন?La compagnia aerea nazionale del paese ha informato, dal suo account su Twitter, che i voli sono stati ritardati perché i passeggeri non arrivavano in orario all'aeroporto:
34দেশটির বিমান সংস্থা টুইটারে তাদের ফ্লাইট দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের ঠিক সময়ে বিমানবন্দরে আসতে না পারার কথা উল্লেখ করেছে:
35আজকে সকালের কিছু ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে গালফ এয়ার দু:খিত। কারণ কিছু যাত্রী দেরিতে বিমানবন্দরে এসে পৌছেছেন।Gulf Air si scusa per i ritardi di alcuni voli questa mattina, causati dall'arrivo ritardato in aeroporto di alcuni passeggeri.
36বাহরাইন ট্রায়াথনের স্পন্সর ছিল একটি এয়ারলাইন্স। তারা টুইটারের ১৪০ অক্ষরের টুইটে ব্যাখ্যা করতে পারতো কেন যাত্রীরা বিমানবন্দরে যেতে দেরি করেছে।Il limite dei 140 caratteri per messaggio di Twitter potrebbe esser il motivo per cui la compagnia aerea, sponsor del triathlon, non è riuscita spiegare perché alcuni viaggiatori erano in ritardo per i loro voli.
37নেটিজেনরা জানিয়েছেন, যানজটের কারণে রোগী এবং ডাক্তাররাও ভোগান্তি পড়েছিলেন।Anche i pazienti e i dottori sono stati colpiti, riportano i netizen.
38আবদুল্লাহ আল জালাহমা টুইট করেছেন:Abdulla Al Jalahma ha scritto:
39আমি শুনেছি যে, রাস্তা বন্ধ থাকার কারণে কিডনি সমস্যায় ভুগছেন এমন কয়েকজন রোগী রোগ-পরীক্ষার জন্য যথাসময়ে উপস্থিত হতে পারেননি।Ho appena saputo che alcuni pazienti malati di reni del Bahrain non sono stati in grado di effettuare la dialisi a causa del blocco delle strade.
40ফলে তারা খুব সংকটাপন্ন অবস্থায় আছেন।Questo mette le loro vite in pericolo.
41মোহাম্মদ বুচারি জামে আটকে পড়া অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেছেন:Mohammed Bucheery ha condiviso la foto di un'ambulanza bloccata nel traffico:
42যানজটের কারণে অ্যাম্বুলেন্স একচুলও এগুতে পারেনি।L'ambulanza non riesce a muoversi di un centimetro nel traffico.
43অ্যাম্বুলেন্সে যারা আছেন, আল্লাহ তাদের ধৈর্য ধরার তওফিক দিন।
44এসব কিছুই হচ্ছে ট্রায়াথলনের কারণে।Che dio aiuti il paziente che trasporta.
45আবদুলমোনেম আলমীর একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা জানিয়েছেন:Tutto ciò per il triathlon. Abdulmonem Almeer riporta l'esperienza di un medico:
46একজন ডাক্তার গালালি থেকে সকাল সাড়ে আটটায় বের হয়েছেন।Una dottoressa è partita da Galali alle 8.30 e adesso è bloccata a Busaiteen.
47এখনো তিনি বুসাইতিনে আটকে আছেন। রোগীরা তার জন্য অপেক্ষা করছে।I suoi pazienti la stanno aspettando e ha dovuto ritardare delle operazioni.
48তার সার্জারির দেরি হয়ে যাচ্ছে।Si può immaginare una cosa simile?
49এটা কি কল্পনীয়? ২০১১ সালের মার্চ মাসে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাহরাইনের গ্রামের মানুষদের কঠোর নিরাপত্তার মধ্যে বসবাস করতে হয়।Ma per le persone dei villaggi del Bahrain, vivere sotto le dure condizioni di sicurezza, iniziate dopo che le proteste pro-democratiche sono state represse nel paese nel marzo del 2011, le strade chiuse e i posti di blocco fanno parte della loro quotidianità.
50যখন-তখন রাস্তা বন্ধ তাদের জন্য খুব সাধারণ ঘটনা, যেন জীবনেরই একটা অংশ।
51ওয়াসান সরকার সমর্থকদের উদ্দেশ্য করে টুইটারে লিখেছেন:Wasan si rivolge alle folle pro-regime su Twitter:
52আপনারা কি গ্রামের মানুষদের কষ্ট উপলদ্ধি করতে পারছেন?Avete provato le sofferenze delle persone nei villaggi?
53আপনারা কি অনুভব করতে পারছেন, ইরক গ্রাম এক সপ্তাহ বন্ধ রাখার সময়ে কী অবস্থা হয়েছিল?Avete provato quello che è successo a Ekr quando hanno assediato il villaggio per una settimana?
54আপনারা দু'ঘণ্টার এই কষ্ট-ই সহ্য করতে পারেন না।Non siete riusciti a sopportare le sofferenze per due ore.
55এলাকায় ঢোকার সময়ে রাস্তা বন্ধ হওয়ায় ঘটনা আমাদের সয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার বিষয়টিও গা-সওয়া হয়ে গেছে।Noi siamo abituati ad avere le strade bloccate all'ingresso delle nostre aree, siamo abituati ad aspettare per ore e a non poter raggiungere i posti dove vogliamo andare.
56আমরা যেখানে যেতে চাই, সেখানে কখনোই যেতে পারবো না।Di solito il motivo è un posto di blocco della polizia. Adesso potete soffrire.
57এর কারণ হলো পুলিশ চেকপয়েন্ট। এখন আপনারা কষ্ট করেন।Mohamed Bueida paragona i pneumatici bruciati sulle strade dai contestatori e la chiusura delle strade per la gara:
58মোহাম্মদ বেইদা বিক্ষোভকারীদের রাস্তায় টায়ার পোড়ানোর কারণে রাস্তা বন্ধের সাথে প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধের বিষয়টির মধ্যে তুলনা করেছেন:
59[…] ট্রায়াথনের চেয়ে রাস্তায় টায়ার পোড়ানো অনেক ভালো।Il triathlon di oggi ha mostrato la morte alle persone, così che potessero sopportare la febbre.
60কারণ, একঘণ্টার মধ্যেই আবার রাস্তা চালু হয়ে যায়।Bruciare i pneumatici sulla strada è molto meglio (del triathlon) perché le strade riaprono in un'ora.
61আপনি কি এই চেয়েছিলেন?E' questo quello che volete?
62সরকার সমর্থকরা এর আগে রাস্তা বন্ধ করে, গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার জন্য বিরোধীদের দায়ী করতো। আর আজ তাদের অন্য এজেন্ডা আছে।I gruppi sostenitori del governo di solito accusano l'opposizione di bloccare le strade e di interrompere le loro vite, in particolare durante le proteste e quando bruciano i pneumatici sulle strade.
63সামাজিক মিডিয়ায় একটি মিম ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।Oggi, hanno il dente avvelenato per un altro motivo.
64সেখানে বিরোধীদলীয় নেতা আলী সালমানকে বলতে দেখা যাচ্ছে, রাস্তা বন্ধতে তার কোনো ভূমিকা নেই।Un meme, ampiamente condiviso sui social media, del leader dell'opposizione Ali Salman, in cui dice che le strade chiuse non sono colpa sua.