Sentence alignment for gv-ben-20131005-39313.xml (html) - gv-ita-20131004-85642.xml (html)

#benita
1সিরিয়-ফিলিস্তিনি র‍্যাপ উদ্বাস্তুঃ “চুপ থাকার সময় শেষ”
2এই পোস্টটি অব্যক্ত সিরিয়া থেকে পুনরায় প্রকাশিত।Siria: è finita l'età del silenzio per i Refugees of Rap
3সিরিয়-ফিলিস্তিনি একটি হিপ-হপ ব্যান্ড হচ্ছে র‍্যাপ শরণার্থী।
4এটি সিরিয়াতে হওয়া প্রথম ব্যান্ডগুলোর একটি।Questo post è stato pubblicato da Syria Untold [en].
5চারজন র‍্যাপারের মধ্যে সিরিয়, ফিলিস্তিনি এবং আলজেরিয়ার বংশোদ্ভূত রয়েছেন।“Refugees Of Rap” (Profughi del Rap) è un gruppo hip-hop siro-palestinese, uno dei primi sorti in Siria.
6ইয়ার্মুকের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে তাঁরা ২০০৫ সালে গান গাওয়া শুরু করেন।
7ক্যাম্পটি সিরিয়ার রাজধানী দামাস্কাসের শহরতলিতে অবস্থিত। তাঁরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গান গেয়েছেন।I quattro rapper, di origine siriana, palestinese e algerina, hanno iniziato a cantare nel 2005 nel campo profughi palestinese di Yarmouk nella periferia di Damasco, la capitale della Siria.
8তাঁরা কায়রো অপেরা হাউসের মতো অঞ্চলটির সবচেয়ে সম্মানিত কিছু জায়গায়ও গান গেয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা তাঁদেরকে মৃত্যু হুমকি দেওয়ার আগ পর্যন্ত তাঁরা গান গেয়ে গেছেন।Si sono esibiti in diversi paesi del Medio Oriente e nei locali più prestigiosi dell'area, come il teatro Cairo Opera House, finché hanno iniziato a ricevere minacce di morte da parte delle forze dell'ordine, che hanno distrutto il loro studio di registrazione costringendoli a lasciare il Paese.
9তাঁদের স্টুডিওটি ধ্বংস করে দেয়া হয়েছে এবং তাঁদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।È appena uscito il loro terzo album, “The Age of Silence” (L'Età del Silenzio), una potente metafora della condizione in cui la Siria ha versato per decenni.
10কিছুদিন আগে তাঁদের তৃতীয় এ্যালবাম মুক্তি পেয়েছে।Immagine di copertina del nuovo album dei Refugees of Rap.
11অ্যালবামটির নাম “নিশ্চুপ থাকার সময়”।Fonte: Refugees of Rap, pagina Facebook
12এটি একটি ক্ষমতাধর রূপক, যেখানে সিরিয়াকে কয়েক দশক ধরে জোর করে ঢুকিয়ে রাখা হয়েছে। র‍্যাপ উদ্বাস্তুর নতুন আলব্যামের কভার।Quando, nel marzo del 2011, è scoppiata in Siria la rivolta popolare, i Refugees of Rap hanno fatto della loro musica uno strumento di lotta contro la dittatura.
13সূত্রঃ রিফিউজি অব র‍্যাপ ফেসবুক পাতা।Il regime ha iniziato ben presto a perseguitarli, distruggendo il loro studio nuovo di zecca.
14২০১১ সালের মার্চ মাসে যখন সিরিয়াতে জনপ্রিয় জাগরণটি শুরু হল, তখন এই সংগ্রামে র‍্যাপ শরণার্থীরা স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁদের গানকে ব্যবহার করেছিল।
15এতে শীঘ্রই তাঁর শাসনতন্ত্রের দ্বারা নিগৃহীত হতে শুরু করে। এই নির্যাতন তাঁদের ঝকমকে নতুন স্টুডিওটি ধ্বংসের মাধ্যমে শেষ হয়।Yasser Jamous, membro del gruppo, ha raccontato a Syria Untold: “Lo studio, che si trovava nel campo profughi, era finanziato dall'ONU e lo chiamavamo ‘Sawt al-shaab' (la voce del popolo)”.
16ব্যান্ডটির অন্যতম এক সদস্য ইয়াসের জেমাস অব্যক্ত সিরিয়াকে বলেছেন, “ক্যাম্পটিতে স্টুডিওটি জাতিসংঘের অর্থায়নে নির্মিত হয়।Temendo per la propria vita, nel maggio 2013 hanno lasciato il paese, ma attraverso le loro canzoni hanno continuato a denunciare le atrocità a cui il regime di Assad ha sottoposto i siriani.
17আমরা এটিকে শাত আল শাব (জনগণের কণ্ঠস্বর) বলতাম।“Io e mio fratello siamo finalmente riusciti a ottenere il visto per lasciare la Siria e entrare in Francia”, spiega Yasser.
18তাঁরা নিজেদের জীবন বাঁচাতে ২০১৩ সালের মে মাসে দেশ ছেড়ে চলে যান।“Prima abbiamo preso un volo per Parigi poi ci siamo diretti in Svezia, dove vivono alcuni parenti e amici.
19কিন্তু আসাদ শাসনতন্ত্রের অধীনে সিরিয়ার জনগন যে নৃশংসতা ভোগ করছিল, তাঁর প্রকাশ্য নিন্দা জানাতে তাঁরা তাঁদের গানের কথাগুলো ব্যবহার করতে থাকে।
20ইয়াসের ব্যাখ্যা করেছেন, “আমার ভাই এবং আমি অবশেষে ফ্রান্স আসতে এবং সিরিয়া থেকে বের হওয়ার জন্য ভিসা পেতে সক্ষম হই”।
21“সুইডেনে যাত্রা বিরতির আগে আমরা প্যারিসে যাওয়ার জন্য একটি ফ্লাইট ধরি, কারন সেখানে আমাদের কিছু বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন বাস করে।
22আমরা দেশটির বিভিন্ন জায়গায় ভ্রমণ করি।Abbiamo iniziato un tour di concerti in questo Paese e in altri, come la Danimarca.
23এর পাশাপাশি ডেনমার্কের মতো অন্যান্য দেশেও ভ্রমণ শুরু করি।Sfortunatamente però siamo stati rimandati in Francia a causa di una norma europea sull'immigrazione, la ‘Dublin 2'“.
24কিন্তু, দুর্ভাগ্যবশত ডাবলিন ২ নামের একটি ইউরোপীয় অভিবাসী আইনের কারনে, আমাদেরকে আবার ফ্রান্সে পাঠিয়ে দেয়া হয়”।
25তাঁরা এখন নিরাপদ আশ্রয়স্থানের জন্য আবেদন করছেন এবং আশা করা যাচ্ছে শীঘ্রই তাঁরা শরণার্থী হিসেবে স্বীকৃতি পাবেন।
26র‍্যাপ শরণার্থীরা সারা বিশ্বের বিখ্যাত সব শিল্পীদের সাথে কাজ করেছেন।Attualmente stanno facendo richiesta di asilo politico, e sperano di poter ottenere presto lo status di rifugiati politici.
27যেমন ফিলিস্তিনের হিপ-হপ ব্যান্ড দাম - এর “আফকার” (চিন্তা) গানটির সাথে তাঁরা র‍্যাপ করেছেন। আন্তর্জাতিক প্রচারমাধ্যমেও তাঁদের কাজগুলো দেখানো হচ্ছে।I Refugees of Rap hanno collaborato con artisti internazionali, come il gruppo hip-hop palestinese DAM nella canzone Afkar (pensieri), e sono apparsi nei media internazionali come la rivista di musica Rolling Stones [en], e il canale BBC, che gli ha dedicato un documentario [en, ar] nel 2010.
28যেমন রোলিং স্টোন। ২০১০ সালে বিবিসি তাঁদের কাজগুলো নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করে।Per saperne di più, si può consultare la loro pagina su Facebook [ar], il loro account Twitter [ar], e il loro canale su Youtube [ar].
29র‍্যাপ শরণার্থী সম্পর্কে আরো কিছু খুঁজতে তাঁদের ফেসবুক পেজ, টুইটার একাউন্ট এবং ইউটিউব চ্যানেলে দেখুন।
30এই পোস্টটি অব্যক্ত সিরিয়া থেকে পুনরায় প্রকাশিত।