Sentence alignment for gv-ben-20100114-8714.xml (html) - gv-ita-20100126-12639.xml (html)

#benita
1বলিভিয়া: বেনির গভর্নর পদের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন সুন্দরীর নাম ঘোষণাBolivia: ex Miss Bolivia candidata a Governatore del Beni
2অনেকে শুনেছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস দেশটির প্রাক্তন সুন্দরী ২৫ বছরের জেসিকা জর্ডানাকে, মুভমেন্ট টুয়ার্ডস সোসালিজম-এর (মাস) পক্ষ থেকে বেনি প্রদেশের নির্বাচনে গভর্নর বা প্রাদেশিক শাসক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারেন।Per molti la notizia che il Presidente Boliviano Evo Morales avrebbe candidato la ex Miss Bolivia, Jessica Jordan, 25 anni [in] alla carica di Governatore del dipartimento del Beni, in rappresentanza del Movimento per il Socialismo (MAS) [in], è sembrata uno scherzo da Giorno degli Innocenti (versione boliviana del pesce d'aprile) arrivato in ritardo.
3বেনি এলাকার গভর্নর পদে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, এমন সংবাদ অনেকের কাছে ডে অফ দা ইনোসেন্টের (এপ্রিল ফুলের বলিভিয়ান সংস্করণ) ঠাট্টা বলে মনে হয়েছিল।
4যখন টেলিভিশনে এক সরাসরি সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করা হয়, টুইটারে তার দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।Tuttavia quando l'annuncio è stato ufficializzato con una conferenza stampa televisiva in diretta, la reazione è stata immediata su Twitter, così come i commenti a quelle prime reazioni.
5একই সাথে এইসব প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া তৈরি হয়।Una volta calmatosi il polverone, anche i blogger sono intervenuti sul tema.
6বিষয়টি নির্ধারিত হবার পর, ব্লগারা এই বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করা শুরু করে।Foto di Jessica Jordan scattata da Hugo Miranda e pubblicata dietro autorizzazione.
7জেসিকা জর্ডানের ছবি। এটি হিউগো মিরান্ডার সৌজন্যে পাওয়া এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Le prime opinioni su Twitter [in spagnolo] hanno rivelato incredulità sulla possibilità di candidare una ex reginetta di bellezza alle elezioni per una carica di così alto livello.
8টুইটারে শুরুর সব মতামতের ক্ষেত্রে এই সংবাদের উপর অবিশ্বাস রয়ে গিয়েছিল যে, প্রাক্তন সুন্দরী নির্বাচনে লড়াই করার জন্য মনোনীত হয়েছে, বিশেষ করে এত উঁচু এক পদের জন্য।
9ডিয়োগো আরাজোলা (@ডিআরাজোলা) লিখেছে:Diego Arrázola (@darrazola) scrive:
10সভার সদস্য পদের জন্য নয়, জেসিকা জর্ডানকে সরাসরি গভর্নর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে!Non è stata candidata come semplice membro del consiglio, JESSICA JORDAN, ma proprio alla carica di GOVERNATORE!
11এখানে হচ্ছেটা কি?Che sta succedendo?
12এখনো কি ডে অফ ইনোসেন্ট বা বোকা বানানোর দিনটি শেষ হয়ে যায়নি?È ancora il Giorno degli Innocenti?
13মারিয়েলা কাস্ট্রিলো (@আরডিলা_ইলয়ুসা) লিখেছে:Mariela Castrillo (@ardilla_ilusa) rilancia:
14এটা কি আনন্দোচ্ছল জেসিকা জর্ডান…. বেনিতে কি আর কোন লোক ছিল না?Quella di Jessica Jordan è proprio divertente…ma in Beni non ci sono altre persone?
15স্বপ্ন দেখে এমনকি আর কি কোন তরুণ বেনিতে ছিল না?Non ci sono giovani sognatori?
16কি লজ্জা.. ।Che peccato…
17অবিশ্বাসের এ রকম আরো অনেক বার্তা রয়েছে।
18অনেকে এই বাস্তবতার কথা উল্লেখ করছে যে, জর্ডান এক সময় মিস বলিভিয়া বা বলিভিয়ার সুন্দরী প্রতিযোগিতা জিতেছে।Sono circolati altri messaggi di sorpresa simili a questi, molti riferirendosi esplicitamente al fatto che la Jordan è stata Miss Bolivia.
19তবে অন্যরা মনে করছে লোকজনের এভাবে প্রতিক্রিয়া জানানো ঠিক নয়।Altri hanno invece commentato che non è giusto reagire a tal modo.
20প্যাট্রিসিয়া@আরকিউটেকটা-এর প্রতিউত্তর করছে:Patricia (@arquitecta) ribatte:
21আপনাদের সকলের কি হয়েছে?Ma che problema hanno tutti quanti?
22আপনারা মনে করছেন, যখন দেখতে কুৎসিত কেউ ক্ষমতা গ্রহণ করে তখন ব্যাপারটি ঠিক আছে, কিন্তু যখন প্রার্থী সুন্দরী কেউ, তখনই আপনাদের যত অভিযোগ…. এটা কি এক পুরুষত্ব!Vi sembra normale salire al potere se si è brutti, ma quando il candidato è di bell'aspetto, vi lamentate…questo è maschilismo!
23ব্লগ একোনোমিয়া পলিটিকা, ডেসডে এল লাডো গ্রাসিওসো [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জেইমে ডুরান যারা এই প্রার্থীর মনোনয়নের বিপক্ষে লিখেছে, তাদের সমালোচনা করেছেন:
24এরপর আসে তাদের কথা, যারা লিঙ্গীয় সমতার ক্ষেত্রে নিজেদের অবস্থানের কথা ভুলে যায়।Jaime Durán del blog Economía Política, Desde el Lado Gracioso critica quanti hanno già liquidato la candidatura [sp]:
25যারা বলে যে, কোন সন্দেহ নেই মেয়েটি সুন্দরী, কিন্তু এটা অস্বাভাবিক, সে তার মাথা চুলের যত্ন নেওয়া ছাড়া অন্য কোথাও খাটানোর যোগ্য নয়।Poi ci sono quelli che dimenticano le proprie posizioni sulla parità di genere, che non contestano la bellezza della ragazza, ma sostengono che la testa probabilmente le serve solo per pettinarsi i capelli.
26যতদুর পর্যন্ত দেখা গেছে, বেনির এর আগের প্রশাসকদের যা গুণাবলী ছিল, তাতে আমি সন্দেহ করি যে, সে পদে কেউ সুন্দরী জেসিকা জর্ডানের সমালোচনা করতে পারবে।Vedendo il tipo di governatori che il Beni ha avuto fino ad oggi, dubito che si possa criticare la bella Jessica sotto questo aspetto.
27আমি নিশ্চিত, এই বিষয়ে সে তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করে প্রমাণ করবে যে, সে বেনিকে নিয়ন্ত্রণ করতে পারে।Sono sicuro che si dimostrerà adatta all'incarico che dovrà ricoprire, perché ho sempre ritenuto che bellezza e intelligenza non siano affatto incompatibili.
28যদিও আমি সবসময় ভেবেছি, সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা আদৌ একসাথে চলতে পারে না।Una delle domande più ovvie che la candidatura fa sorgere è: “Quale beneficio ne trae il MAS?”
29এই ঘটনার ফলে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে তা হল,“মাস-নামক দলটির ক্ষেত্রে এই মনোনয়নের প্রভাব কি হতে পারে”।
30বেনি বলিভিয়ার পূর্বের এক ডিপার্টমেন্ট (একটি বড় অঞ্চল)।Il Beni [in] è una regione nella Bolivia orientale tradizionalmente sempre sotto il controllo dell'opposizione.
31ঐতিহ্যগতভাবে এই এলাকাটি বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সারা দেশে জাতীয় ভাবে পরিচিত এক চরিত্রকে এখন সেখানকার নির্বাচনে দাঁড় করানো হয়েছে।Candidare una figura conosciuta a livello nazionale, che non è mai stata membro del partito o politicamente attiva, sembra attirare l'attenzione dell'intera nazione e far spostare l'interesse verso questa parte dello Stato.
32সে দলের এক সদস্য নয়। রাজনীতিতেও জর্ডান তেমন সক্রিয় নয়।Hugo Miranda del blog Angel Caido aggiunge la propria opinione [sp]:
33তারপরেও মনে হচ্ছে সে পুরো দেশের মনোযোগ আকর্ষণ করছে এবং হয়তো এটি দেশের সেই অংশের রাজনীতির পাশা পাল্টে দিতে পারে। হিউগো মিরান্ডা অফ এঞ্জেল কাইডো [স্প্যানিশ ভাষায়] তার চিন্তা এখানে যোগ করেছেন:Vale la pena commentare questo fatto, forse è ovvio che il MAS candidi delle figure pubbliche in quei dipartimenti dove non è il partito dominante, per riuscire ad ottenere un Governatore o un Sindaco del partito, in modo da avere il controllo totale su tutta la Bolivia.
34হয়তো বা কোন এক পর্যায় পর্যন্ত, সকল দিক দিয়ে শক্তিশালী ইভো মোরালেস জেসিকাকে ব্যবহার করতে পারবে।Forse secondo alcuni Jessica viene usata per questi scopi dall'onnipotente Evo Morales.
35তবে এ ব্যাপারে সন্দেহ থেকেই যায় এবং আমি মনে করি এসব জেসিকার অর্জন, কারণ সে বলিভিয়াকে খুব ভালবাসে।Il dubbio resta, e credo che Jessica meriti tutto ciò perché ama moltissimo la Bolivia.
36মনে হচ্ছে এই কৌশল কাজ করছে। যেমন কিছু ব্লগার, যারা রাজনৈতিক কোন দলের নয় অথবা যারা মাস বিরোধী, তারাও জর্ডানকে সমর্থন করছে।La strategia sembra avere effetto, perché parecchi blogger dimostratisi sempre apolitici, o addirittura opposti al Movimento per il Socialismo, stanno cominciando ad appoggiare Jordan.
37অনেকে এটা পরিষ্কার করছে যে তাদের সমর্থন প্রার্থীর প্রতি, দলের প্রতি নয়।Alcuni chiariscono tuttavia che il proprio sostegno va al candidato e non al partito.
38এমনকি যারা ভোট দেবার যোগ্যতা অর্জন করেনি, তারাও এই প্রার্থীকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেছে।Anche coloro che non possono votare in quel Dipartimento esprimono la volontà di sostenere la candidata.
39এই কৌশল চূড়ান্তভাবে কাজ করবে কিনা তা দেখার জন্য ৪ এপ্রিল, ২০১০ পর্যন্ত অপেক্ষা করতে হবে।Resta ancora da vedere se la strategia funzionerà per le elezioni del 4 aprile 2010.
40কারণ সে দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরান্ডা যিনি মাস দলের সমর্থক নন, তিনি লিখেছেন, ওই দলের একজনকে তিনি কিছুদুর পর্যন্ত সমর্থন করবেন।Miranda, che non ha mai sostenuto il MAS, scrive che l'unico candidato che appoggerà è la Jordan, tanto da inserirne gratuitamente la pubblicità elettorale sui propri siti [sp].
41তার নাম জর্ডান।E Durán conclude così [sp]:
42এ কারণে তিনি তার ব্লগে বিনে পয়সায় বিজ্ঞাপন যুক্ত করেছেন। ডুরান উপসংহার টেনেছেন:Credo che le elezioni nel Beni saranno quelle più interessanti di tutte quelle di aprile 2010.
43আমি মনে করি বেনির নির্বাচন এপ্রিলের সবচেয়ে কৌতূহলজনক নির্বাচন হবে।
44এছাড়াও এই স্থাপনা (তার ব্লগ প্লাটফর্ম) থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমি সুন্দর এক (বেনি) এলাকায় ভ্রমণ করব, তার প্রচারণায় সাহায্য করার জন্য।Inoltre da questa piattaforma [il proprio blog] annuncio che ho in programma di andare nelle meravigliose terre del Beni per dare il mio contributo alla campagna elettorale.