Sentence alignment for gv-ben-20131028-39683.xml (html) - gv-ita-20131107-86744.xml (html)

#benita
1জামিনে মুক্তি পেলেন ইরানী ছাত্রনেতা মাজিদ টাভাকলিIran: rilasciato studente e attivista del Movimento Verde
2জামিনে মুক্তির পর মায়ের সাথে আলিঙ্গন রত অবস্থায় মজিদ টাভাকলি।Majid Tavakoli abbraccia sua madre dopo essere stato liberato di prigione, immagine che è circolata molto nei social media iraniani.
3বিশিষ্ট ইরানি ছাত্রনেতা মাজিদ টাভাকলি গত চার বছরে এই প্রথমবারের মত সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, মজিদ হয়ত কয়েক দিনের মধ্যেই আবার কারাগারে ফেরত যাবে।Majid Tavakoli [en, come i link seguenti, eccetto dove diversamente indicato], celebre leader studentesco iraniano, lunedì [21 ottobre 2013 n.d.t.] è stato rilasciato su cauzione, per la prima volta dopo quattro anni.
4২০০৯ সালের ডিসেম্বরে ইরান সরকারের সমালোচনা করলে টাভাকলি গ্রেফতার হোন।I suoi familiari dicono che Majid in pochi giorni potrebbe tornare in prigione.
5তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি শিক্ষার্থী দিবসে বক্তৃতা প্রদানের পর মহিলার পোষাক পড়ে কর্তৃপক্ষ থেকে সে পালিয়ে ছিল। তাকে অপদস্থ করার সরকারি প্রয়াসের পালটা আক্রমণ হিসেবে আমির কবির বিশ্ববিদ্যালয়ে তিনি একটি শক্তিশালী অনলাইন প্রতিবাদ প্রচারণা তৈরি করেন।L'arresto di Tavakoli, avvenuto nel dicembre del 2009, in seguito alle critiche che il ragazzo aveva rivolto contro il governo iraniano all' Amirkabir University of technology, ha provocato una forte campagna di protesta online, in contrapposizione al tentativo del regime di umiliarlo dichiarando che dopo tenuto un discorso durante la Giornata degli studenti [it] era sfuggito alle autorità vestito da donna.
6টাভাকলির সমর্থনে শত শত ইরানী পুরুষ তাদের ফেসবুক প্রোফাইলে নারীদের মত করে পোশাক পরিহিত ছবি আপলোড করে মহিলাদের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেছেন।Sui loro profili Facebook, centinaia di iraniani si sono vestiti da donna [it] per sostenere Tavakoli ed esprimere la loro solidarietà alle donne.
7মুক্তির জন্য সামাজিক চাপ?Pressione dei social media per la liberazione?
8টাভাকলির অস্থায়ী মুক্তির ক্ষেত্রে কি ধরনের চাপের প্রভাব থাকতে পারে, সে বিষয়ে ব্লগার কেরমেকি আলোচনা করেছেন।Il blogger Kermeki, si chiede quali tipi di pressioni [fa] possano aver inciso sul rilascio temporaneo di Tavakoli.
9অগ্রগামী মানবাধিকারের নির্বাহী পরিচালক ডেভিড কেয়েস ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফকে প্রকাশ্যে জিজ্ঞাসা করেছেন, মাজিদ টাভাকলি কবে মুক্তি পাবেন?Il direttore esecutivo di Advancing Human Rights, David Keyes, ha chiesto pubblicamente al ministro degli esteri iraniano Javad Zarif quando sarebbe stato liberato Majid Tavakoli, ma il ministro ha risposto che non aveva mai sentito parlare del ragazzo.
10এর জবাবে মন্ত্রী বলেছেন, মজিদের নাম তিনি আগে কখনও শোনেননি।Kermeki crede che questo episodio, insieme alle campagne sui social media, abbia giocato un ruolo nella sua liberazione.
11কেরমেকি বিশ্বাস করেন, এই ব্যাপারটির পাশাপাশি সামাজিক মিডিয়ার প্রচারণা তার মুক্তির ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।Javad Zarif ha un profilo su Facebook (che in Iran è bloccato) e gli utenti della rete hanno fatto sì che anche lì venisse accresciuta la consapevolezza sul caso Tavakoli.
12ফেসবুকে জারিফের উপস্থিতি আছে (ইরানে যা নিষিদ্ধ) এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সেখানে টাভাকলির সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন।
13প্রতিরোধ উদযাপনLa resistenza festeggia
14ইউটিউবে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গেছে, আমির কবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে গান এবং ব্যানার সহ একটি সমাবেশ করে তার মুক্তি উদযাপন করেছেঃUn video condiviso su YouTube mostra gli studenti dell' Amirkabri University of technology che hanno festeggiato tra canti e striscioni l'avvenuta liberazione di Tavakoli:
15ব্লগার হারিফ রিশে বলেছেন [ফার্সী ভাষায়]:Il blogger Harf Rishe scrive [fa]:
16মাজিদ টাভাকলি মানে হচ্ছে, সবুজ আন্দোলন চলমান।Majid Tavakoli è il segno che il Movimento Verde è vivo.
17মাজিদ টাভাকলি মানে হচ্ছে, প্রেসিডেন্ট প্রাসাদে এক ব্যক্তির [সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ] চার বছর পার করা। (…) মাজিদ টাভাকলি মানে হচ্ছে, সবুজ আন্দোলন একটি অরাজনৈতিক দল, যার অস্তিত্ব টিকিয়ে রাখতে খামেনির অনুমতির প্রয়োজন নাই।Majid Tavakoli è il segno che quattro anni sono passati, per una persona nel palazzo presidenziale [il riferimento è all'ex presidente Mahmoud Ahmadinejad] (…) Majid Tavakoli è il segno che il Movimento Verde non è un partito politico che per esistere ha bisogno del permesso di Khamenei [it].
18ব্লগার আরও বলেছেন, যদি আমরা সত্যিই এতে বিশ্বাস করি তবে আমরা সবুজ আন্দোলনের হৃদয় হতে পারব।Il blogger aggiunge che se ci crediamo veramente, anche noi possiamo essere il cuore del Movimento Verde.
19২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর ব্যাপক প্রতিবাদের ফলস্বরূপ সবুজ আন্দোলনের নেতারা বর্তমানে গৃহবন্দী রয়েছেন।I leader del Movimento Verde sono ancora agli arresti domiciliari seguiti alle imponenti proteste contro le controverse elezioni presidenziali del 2009.