# | ben | ita |
---|
1 | সিরিয়াঃ রমজানের প্রারাম্ভে হামা শহরে ট্যাঙ্কের প্রবেশ | |
2 | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ-২০১১ এর করা বিশেষ কাভারেজের অংশ। | |
3 | রমজান মাস শুরুর প্রাক্কালে সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে প্রবেশ করে, সংবাদ পাওয়া গেছে এই ঘটনায় ৪৫ জনের মত ব্যক্তি নিহত হয়েছে রোবরার ৩১ জুলাই, বেলা ১১. | |
4 | 00 টার সময় পর্যন্ত এই পরিমাণ নিহতের সংবাদ পাওয়া গেছে। | Siria: carri armati entrano ad Hama alla vigilia del Ramadan |
5 | এই হামলা বিশেষ করে সিরিয়ার নাগরিকদের মাঝে আলোড়নের সৃষ্টি করেছে , যখন হামা নামক শহরটি আধুনিক ইতিহাসে সবচেয়ে বীভৎস এক গণহত্যার শিকার হল। এরপর আসতে শুরু করা বেশিরভাগ টুইট ছিল এই ঘটনা সংক্রান্ত। | Domenica 31 luglio, alla vigilia del Ramadan, l'esercito siriano è entrato nella città di Hama [en] e, secondo alcuni resoconti, alle 11 della mattina aveva già ucciso circa 45 persone [en]. |
6 | এর অনেকগুলো ছিল সিরিয়ার অভ্যন্তরের আর কিছু ছিল বাইরের বিশ্ব থেকে আসা, যেগুলো এই হত্যার নিন্দা জানিয়েছে। | Per i siriani l'attacco assume una particolare valenza, in quanto la citta di Hama è stata teatro di uno dei più orribili massacri dell'epoca moderna. |
7 | এর মধ্যে অনেকে আন্তর্জাতিক পর্যায়ে সেই পরিমাণ বিক্ষোভ দেখা না দেওয়ায়, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। | Finora la maggior parte dei tweet riguarda link a notizie e aggiornamenti, e molti provengono dalla Siria. |
8 | এখনো অন্য অনেকে, যেমন, দিকালজেন৯৬৩, হামা থেকে আসা সংবাদের বিষয়ে তার সংশয় প্রকাশ করেছে। | Dall'estero, invece, arrivano per lo più condanne per le uccisioni dei civili e rabbia per l'apparente indifferenza della comunità internazionale. |
9 | টুইটার থেকে আসা সকল প্রকৃত সংবাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদানের ক্ষেত্রে, একটি সংবাদ সঠিক। | Tuttavia, alcuni netizen come deekelgen963 [en], hanno espresso dei dubbi circa la veridicità dei resoconti giunti da Hama. |
10 | দেবকাফাইল সংবাদ প্রদান করছে : “হামা শহরের ৪০০,০০০ জন বাসিন্দার পানি, বিদ্যুৎ, এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে “. | Tra le notizie che si leggono su Twitter, una in particolare salta all'occhio: Debkafile scrive “Niente acqua, elettricità e linee telefoniche per i 400.000 abitanti di Hama”. |
11 | এদিকে হামা থেকে কয়েকটি ভিডিও পাওয়া গেছে। | In queste ore sono apparsi dei video girati ad Hama. |
12 | শামস নিউজ নেটওয়ার্ক -এর কাজ থেকে একটি অস্পষ্ট ভিডিও পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে যে শহরে ট্যাঙ্কের প্রবেশ ঘটছে: | In uno apparso su Shams News Network [ar] si vedono, tra le immagini mosse, i carriarmati che entrano in città: |
13 | আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের ভেতরে কালো ধোঁয়া উড়ছে: | In un altro video si vede del fumo nero salire dalla città: |
14 | বিবিসি-এর সাংবাদিক সাইমা খাহলিল নির্দেশ করছে যে শহরের এই ঘটনার সময় সরাসরি ধারন করা ভিডিও এখন নেটে পাওয়া যাচ্ছে। সংরক্ষিত এই সব ভিডিও এখানে পাওয়া যাবে। | La giornalista della BBC Shaimaa Khalil ha fatto riferimento ai video in streaming che arrivano in diretta da Hama, disponibili presso questo archivio [ar]. |
15 | হামা শহরে পেশাদার কোন সাংবাদিক উপস্থিত না থাকা ফলে, সংবাদের জন্য একটিভিস্ট এবং নাগরিক সাংবাদিকদের উপর নির্ভর করতে হচ্ছে, যাদের জন্য ছবি তোলা এবং ভিডিও ধারণ করা অনেক ঝুঁকির বিষয়। | Ad Hama non ci sono giornalisti professionisti e il racconto di quanto sta accadendo dipende interamente dagli attivisti e dai cittadini reporter, per i quali girare video e fare fotografie significa correre rischi notevoli. |
16 | তবে সিরিয়ার কিছু একটিভিস্ট, যেমন @অয়াইসামতারিফ এবং @মালাথউমারান ক্রমাগত টুইটারে মাধ্যমে সংবাদ প্রদান করে গেছে। | Per questi motivi le notizie arrivano col contagocce, ma va segnalato che alcuni attivisti siriani come @wissamtarif [en] e @malathaumran [en] stanno pubblicando aggiornamenti continui tramite i loro account su Twitter. |