Sentence alignment for gv-ben-20140702-43881.xml (html) - gv-ita-20140702-92855.xml (html)

#benita
1জাতীয় ফুটবল দলকে উদ্দীপ্ত করতে নেচে গেয়ে ইউটিউবে ভিডিও প্রচার করলে ইরানে আপনাকে গ্রেপ্তার করা হতে পারেIran: arresti per un video su YouTube sui mondiali Fermo immagine preso dal video di supporto alla squadra nazionale di calcio ai mondiali di calcio 2014 Tre persone coinvolte nella realizzazione del video sono state arrestate.
2বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে সমর্থন করে তৈরি করা একটি ভিডিও এর স্ক্রিনশট। এই ভিডিওটি তৈরির সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।Solo un mese dopo che sei iraniani sono stati messi in carcere [en, come i seguenti] in Iran per aver realizzato una versione dell'ormai video virale “Happy”, tre persone sono state arrestate nel paese per il loro coinvolgimento in un video musicale che supporta la squadra di calcio nazionale ai mondiali.
3ভাইরাসের মতো ছড়িয়ে পড়া “হ্যাপি” ভিডিওটির একটি সংস্করণ তৈরি করার কারণে ছয়জন ইরানিকে কারাদণ্ডে দন্ডিত করা হয়।Il video, che è stato prodotto da Ajam Band, gruppo basato in Gran Bretagna, include clip di iraniani in più di una dozzina di paesi che cantano e ballano.
4এ ঘটনার ঠিক এক মাস পর বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে সমর্থন জানিয়ে বাজনা বহুল একটি মিউজিক ভিডিও তৈরি করার কাজে জড়িত থাকার দায়ে ইরানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
5যুক্তরাজ্য ভিত্তিক আজম ব্যান্ড মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে।Due attori e il regista sono statti messi in carcere, secondo la Iranian State News Agency.
6এক ডজনেরও বেশি দেশে বসবাসরত ইরানিদেরকে এই গানের বিভিন্ন অংশে নাচতে এবং গাইতে দেখা গেছে।Dettagli sul loro arresto sono scarsi, ma la polizia iraniana ha definito il video come “volgare”.
7ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, এই গানের দুইজন অভিনেতা এবং পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।
8তাদের গ্রেপ্তার নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ইরানি পুলিশ ভিডিওটিকে “অশ্লীল” বলে মনে করছে।“Goal Iran” è stato pubblicato giusto due giorni prima dell'inizio della Coppa del mondo il 10 giugno 2014 e ha ricevuto circa 30.000 visualizzazioni su YouTube. .
9১০ জুন, ২০১৪ তারিখে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র দুই দিন আগে “গোল ইরান” শিরোনামে ভিডিওটি প্রকাশিত হয়।L'agenzia France Press ha riportato che il video era stato trasmesso su un satellite Tv in Iran, disponibile solo attraverso mezzi illegali che sono comunque diffusi.
10ইতোমধ্যে ইউটিউবে এই ভিডিওটি প্রায় ৩০ হাজার বার দেখা হয়েছে।La parola in farsi per indicare il termine fiore significa anche goal, e la canzone utilizza questo doppio senso:
11এজেন্সে ফ্রান্স-প্রেস প্রতিবেদনে বলেছে, ইরানের স্যাটেলাইট চ্যানেলে ভিডিওটি সম্প্রচার করা হয়েছে। অবৈধ ডিশ সংযোগের মাধ্যমেই কেবল এই চ্যানেল দেখা যায়, তা সত্ত্বেও ভিডিওটি বেশ বিস্তার লাভ করেছে।Che cos'è il goal, che è il frutto dell'amore e della speranza Che cos'è il goal, che è rosso e verde e bianco (i colori della bandiera iraniana) Che cos'è il goal che viene dal cuore dell'Iran Il nostro cuore vuole un goal iraniano Su Forza, noi vogliamo un goal …. lunga vita nel nome dell'Iran
12ফার্সী ভাষায় গোল শব্দটির অর্থ দাঁড়ায় ফুল।L'Iran è stato eliminato dai mondiali dopo aver perso contro la Bosnia-Herzegovina 3-1 il 25 giugno.
13ফলে গানটির দুই ধরনের অর্থ হয়ে যায়ঃ গোল কি, এটি ভালোবাসা এবং আশার ফলUna perdita già con l'Argentina nella gara non ha evitato però che gli iraniani scendessero in piazza a festeggiare.
14গোল কি, এটি লাল, সবুজ এবং সাদা [ইরানের জাতীয় পতাকার রং] গোল তাই, যা ইরানের হৃদয় থেকে উৎসরিত হয়L'Iran ha tenuto l'Argentina senza goal per 90 minuti durante la gara del 21 giugno fino a quanto la superstar Lionel Messi ha segnato un goal nell'ultimo minuto.
15আমাদের হৃদয় চায় ইরানি গোলPer molti iraniani questo è stato un risultato impressionante per la loro squadra nazionale.
16এগিয়ে যাও, এগিয়ে যাও, আমরা একটি গোল চাইAmir Jahnashai, il fondatore del canale TV di opposizione Raha Tv a Londra, ha twittato [ar] come reazione::
17…দীর্ঘজীবি ইরানের নামে গোল চাইL'intera nazione oggi supporta la nazionale di calcio.
18২৫ জুন তারিখে বসনিয়া হার্জেগোভিনার সাথে ৩-১ গোলে পরাজিত হওয়ায় ইরান বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়।
19এই টুর্নামেন্টের আগের খেলায় আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েও ইরানিরা জনস্রোতের মতো রাজপথে নেমে উদযাপন করেছে।
20২১ জুন তারিখে অনুষ্ঠিত এ খেলায় ইরান আর্জেন্টিনাকে ৯০ মিনিট কোন গোল দিতে দেয়নি।
21সুপারস্টার লিওনেল মেসি শেষ মিনিটে একটি গোল দেয়ার আগ পর্যন্ত ইরানি খেলোয়াড়েরা তাদের আটকে রেখেছে।
22অনেক ইরানি মনে করেন, এটি তাদের জাতীয় দলের পক্ষে একটি অভাবনীয় অর্জন।
23লন্ডনে অবস্থিত ইরানের বিরোধীদলীয় টেলিভিশন চ্যানেল রাহা টিভি'র প্রতিষ্ঠাতা, আমির জাহনাশাই প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেনঃ
24সমগ্র ইরানি জাতি আজ আমাদের ফুটবল দলকে সমর্থন করছে।Questa solidarietà dovrebbe essere presente in ogni settore.
25এ ধরণের সংহতি সকল ক্ষেত্রে থাকা উচিৎ।Il blogger Namajafari ha iniettato [ar] un pizzico di triste realtà nelle celebrazioni:
26ব্লগার নামাজাফারি এই আনন্দ উদযাপনের মাঝেও কিছুটা নিরানন্দ ঢুকিয়ে দিয়েছেনঃ
27মিষ্টি পরাজয়। আশা করি একদিন ইরানি নারীরা ইরানি পুরুষদের পাশে বসে খেলা দেখতে পারবে।Una perdite dolce, sperando che un giorno le donne iraniane possano sedersi di fianco agli uomini iraniani guardando le partite.