# | ben | ita |
---|
1 | মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধন | Cina: la storia maoista ritoccata dalla propaganda |
2 | ২৯-৩০শে জানুয়ারী, ২০১৩ শীর্ষ দশ মাইক্রো ব্লগের অন্যতম চীনের সবচেয়ে প্রভাবশালী মাইক্রো ব্লগিং মঞ্চ সিনা ওয়েইবোতে ঐতিহাসিক ছবির একটি সেট রয়েছে যাতে মাও যুগের (১৯৪৯-১৯৭৬) চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো হয়েছে। | Uno dei maggiori blog su Sina Weibo pubblica un serie di foto storiche [zh] che rivelano due versioni della storia del periodo maoista (1949-1976) [en]. |
3 | “ইতিহাস কিভাবে সংশোধন করা হয়েছে?” এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ @পঙইয়ং প্রকাশিত কোলাজ আকৃতির মাইক্রো ব্লগটিতে একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে। | Il collage pubblicato da @Pongyoung sotto il titolo: “Come è stata cambiata la storia?”, è stato condiviso 11362 volte con 2237 commenti in un solo giorno. |
4 | প্রথমে ছবিগুলো এবং এদের ব্যাখ্যা ifeng.com (ইফেঙ্গ. কম) এর ইতিহাস চ্যানেলে [চীনা ভাষায়] প্রকাশিত হয়েছিল। | Le foto e le didascalie originali era già apparse su sul sito ifeng.com [zh]. |
5 | আমাদের পাঠকদেরকে চীনা ইতিহাসের দুটি সংস্করণের মধ্যে পার্থক্য দেখতে সাহায্য করার জন্যে আমি কোলাজটি কেটে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ১০টি ছবির সেট বানিয়েছি। | Per aiutare i lettori a percepire le differenze tra le due versione della storia, ecco il collage di 10 foto con brevi didascalie. |
6 | দ্বিতীয় ছবিটিতে অনুপস্থিত ব্যক্তি চীনা কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা লি বিয়াও ১৯৭১ সালে মস্কোতে পালানোর ব্যর্থ প্রচেষ্টার পরে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হন। | La persone mancante della seconda foto è Lin Biao, l'ex leader del Partito Comunista Cinese che è stato condannato come traditore, a seguito del suo tentativo fallito di fuga verso Mosca nel 1971. |
7 | পালানোর সময় তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। | E' stato ucciso in un incidente aereo durante la sua fuga. |
8 | অনুপস্থিত ব্যক্তিটি বিশিষ্ট চীনা কমিউনিস্ট সামরিক নেতা পেং দেহুয়াই। | La persone mancante è Peng Dehuai, che è stato un prominente leader militare comunista. |
9 | সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি অভিযুক্ত হন এবং ১৯৭৪ সালে কারাগারে মারা যান। | E' stato perseguitato durante la Rivoluzione Culturale e morì in prigione nel 1974. |
10 | মাও জেডং এবং জোসেফ স্তালিন: ছবি সংশোধনীর মাধ্যমে যুগের দু'জন মহান নেতাকে আলাদা করা হয়েছে। | La modifica dell'immagine è stata fatta per individuare i due grandi leader dell'epoca: Mao Zedong e Joseph Stalin. |
11 | নেতাকে গুরুত্ব দেওয়ার জন্যে অপ্রাসঙ্গিক ব্যক্তিদেরকে মুছে দেওয়া হয়েছে। | Le persone non pertinenti sono state cancellate per evidenziare il leader. |
12 | অনুপস্থিত ব্যক্তি পেং ঝেন, একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) নেতা। | La persona mancante è Peng Zhen, anche lui una volta un leader del PCC. |
13 | সাংস্কৃতিক বিপ্লবের সময় রাষ্ট্র বিষয়ে সাহিত্যের ভূমিকা নিয়ে মাও-এর দৃষ্টিভঙ্গীর সঙ্গে তার বিরোধিতার কারণে তাকে সরিয়ে ফেলা হয়েছে। | E' stato purgato durante la Rivoluzione Culturale per essersi opposto alla visione di Mao sul ruolo della letteratura in relazione allo stato. |
14 | মঞ্চ দেখা যাচ্ছে না বলে ছাতা এবং এদের বহনকারীদের মুছে ফেলা হয়েছে। | Gli ombrelli e coloro che li tenevano hanno ostruito la scena, e quindi sono stati cancellati. |
15 | ছবিটি ১৯২৭ সালে বুদ্ধিজীবি এবং লেখকদের একটি দলের মধ্যে তোলা হয়েছিল - ঝৌ জিয়ানরেন, জু গুয়াংপিং, লু জুন (বাম থেকে সামনে) এবং সান জিফু, লিন ইউতাং, সান ফুইউয়ান (বাম থেকে পিছনে)। | Foto scattata originariamente nel 1927 tra un gruppo di intellettuali e scrittori - Zhou Jianren, Xu Guangping, Lu Xun (in alto da sinistra) e Sun Xifu, Lin Yutang, Sun Fuyuan (in basso da sinistra). |
16 | ১৯৪৯ সালে লিন ইউতাং তাইওয়ানে পালিয়ে যান এবং ১৯৭৭ সালের মার্চে ছবিটি পুন:প্রকাশের সময় লিন ইউতাং এবং সান জিফুকে মুছে দেওয়া হয়েছে। | Lin Yutang scappò a Taiwan nel 1949 e a Marzo del 1977 quando la foto fu ripubblicata, Lin Yutang e Sun Xifu furono cancellati. |
17 | গণমুক্তি বাহিনীর যোদ্ধা লেই ফেংকে মৃত্যুর পর একজন আদর্শ নাগরিক হিসেবে গণ্য করা হয়। | Lei Feng, un soldato dell'esercito dell'Armata di Liberazione Popolare, è stato ritratto come un cittadino modello dopo la sua morte. |
18 | রাজনৈতিক প্রচারণার চিরসবুজ প্রতীক হিসেবে একটি পাইন গাছকে তার ছবির পটভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে। | Lo sfondo della sua foto è stato cambiato con alberi di pino, che simboleggiano gli intenti sempreverdi della propaganda politica. |
19 | মাও-এর যুগে ছবিটি প্রকাশের সময় মাও জেডং এর সঙ্গে ১৯৩৭ সালে রেড আর্মির শিবিরে প্রশিক্ষণ নেওয়া অনেক কমরেড অনুপস্থিত। | Molti camerati che sono stati addestrati con Mao Zedong nel campo dell'Armata Rossa nel 1937 sono scomparsi quando la foto è stata pubblicata in epoca maoista. |
20 | ১৯৮৬ সালে শুধুমাত্র দেং জিয়াও পিং এর যুগে আসল ছবিটি জনসমক্ষে এসেছে। | La foto originale è tornata a galla nel 1986 durante il periodo di Deng Xiaoping. |
21 | অনুপস্থিত ব্যক্তি রেন বিশি একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) সামরিক এবং রাজনৈতিক নেতা। | La persona mancante è Ren Bishi, un leader politico e militare del PCC. |
22 | এই ছবিটি ১৯৪০ সালে ঝৌ এনলাই এবং মাও জেডং এর সঙ্গে তোলা। | La foto fu scattata nel 1940 con Zhou Enlai e Mao Zedong. |
23 | চীনা মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ এবং ইউএসএসআর-এ (সোভিয়েত প্রজাতন্ত্র) হাসপাতালে ভর্তি থাকার জন্যে সমালোচিত হওয়ার কারণে তাকে মুছে ফেলা হয়েছে। | Ren è stato cancellato in quanto venne criticato durante la Guerra di Liberazione, quando ammalatosi venne ricoverato in un ospedale in URSS. |