# | ben | ita |
---|
1 | মিশরের প্রথম স্বাধীন ইউনিয়ন গঠিত হয়েছে | Egitto: nasce il primo sindacato indipendente |
2 | মিশরীয় কর্মী আর ব্লগার হোসসাম এল হামালাউয়ি, ব্লগ করেছেন এক দিন আয়কর সংগ্রাহকদের সাথে কাটানোর পরে তাদের সাফল্যের প্রাথমিক অনুভুতি সম্পর্কে। এরা নাসর শহরে এসেছিলেন শ্রম মন্ত্রানয়ের সাথে তদবির করার জন্য যাতে তাদের স্বাধীন ইউনিয়নের স্বীকৃতি দেয়া হয়। | Hossam El Hamalawy, attivista e blogger egiziano, dopo aver passato una giornata con gli esattori delle tasse, che erano arrivati a Nasr City per fare pressioni sul Ministro del Lavoro e convincerlo a riconoscere il loro sindacato, pubblica [in] le prime impressioni della vittoria. |
3 | তিনি তার পরের বিক্ষোভের যেসব ছবি তুলেছিলেন তা আপলোড করেছেন, আর ডেইলি নিউজ ইজিপ্টের একটি আর্টিকেলে প্রকাশিত সারা কারের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন। | Il blogger ha poi caricato le foto scattate alla manifestazione, e ha anche citato [in] il resoconto fatto da Sara Carr - per Daily News Egypt. |
4 | ১৯৫৭ সালের পরে এই প্রথম ভূমি আয়কর সংগ্রাহকেরা তাদের প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন করেছেন। | È la prima volta che gli esattori delle tasse del settore immobiliare formano il loro sindacato indipendente dal 1957. |
5 | আয়কর সংগ্রাহকেরা তাদের ইউনিয়ন গঠন উদযাপন করছেন। | Gli esattori festeggiano la formazione del sindacato. |
6 | ছবি হোসসাম এল হামনাউই এর সৌজন্যে। | Foto di Hossam El Hamlawy |
7 | পরে, এল হামালাউই যোগ করেছেন যে এই ইউনিয়ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে- স্থানীয় স্বীকৃতির সাথে- যখন পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রতিনিধিরা মিশরের রিয়েল এস্টেট ট্যাক্স আথরিটি ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেছেন। | In seguito, El Hamalawy ha aggiunto [in] che il sindacato ha ottenuto il riconoscimento internazionale - oltre a quello locale - non appena i rappresentanti arabi, africani e internazionali di Public Services International [in] hanno accettato l'iscrizione del sindacato egiziano per gli impiegati dell'autorità esattrice per il settore immobiliare. |