Sentence alignment for gv-ben-20111009-20627.xml (html) - gv-ita-20111011-46559.xml (html)

#benita
1ইয়েমেন: তাওয়াক্কল কারমানের পুরস্কার জয় উদযাপনYemen: celebrare l'attivista e giornalista Tawakkol Karman
2এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3তাওয়াক্কল কারমান এক স্পষ্টভাষী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী।
4তাকে গার্ডিয়ান নামক পত্রিকা সালেহ-এর [ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ] জন্য এক পথের কাঁটা হিসেবে বর্ণনা করেছে। আজ তাকে ইয়েমেনের প্রথম নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।Tawakkol Karman, giornalista schietta e coraggiosa, e attivista per i diritti umani, descritta nel Guardian come una “spina nel fianco di [Ali Abdullah] Saleh [presidente yemenita]”, il 7 ottobre è stata nominata vincitrice del premio Nobel per la pace [en, come gli altri link eccetto ove diversamente indicato], per la prima volta assegnato a un cittadino yemenita.
5২০০৭ সাল থেকে তিনি ইয়েমেনের এক লড়াকু এবং সাহসী যোদ্ধার অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছেন।Fin dal 2007, Tawakkol Karman continua a distinguersi in Yemen come un vero esempio di coraggio.
6নীচের ভিডিও, যা “শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক” নামক চ্যানেল পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে কারমানকে, যেখানে তিনি এক শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। উক্ত মিছিলে সালেহ এবং ইয়েমেন বিপ্লবে হস্তক্ষেপ করার জন্য সৌদি আরবের নিন্দা জানানো হচ্ছে এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম আলহামাদির শাসনকালের সময়কে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞা করেছে।Il video [ar] che segue, caricato da “Women Journalists Without Chains“, organizzazione diretta dalla stessa Karman, la mostra alla guida di una manifestazione pacifica in cui si condannano Saleh e l'interferenza dell'Arabia Saudita nella rivoluzione yemenita, auspicando un ritorno ai tempi dell'ex presidente Ibrahim Alhamdi - che il popolo yemenita ha deciso di onorare nella giornata del 7 ottobre, ribattezzandola come il “Venerdì di Ibrahim Alhamdi martire”.
7আজ, (৭ অক্টোবর) ইয়েমেনী নাগরিকরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে।
8আজকের দিনটিকে তারা “শহীদ ইব্রাহিম আলহামাদি দিবস নামে” অভিহিত করেছে।
9(ভিডিও পোস্ট করেছে: বেলাকুদ)।(Video caricato da: belaquood)
10তাওয়াক্কল কারমান, ইয়েমেনের নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ আন্দোলন তার নেতৃত্ব প্রদান করছেন।Tawakkol Karman è diventata un leader nella rivoluzione pacifica in atto nello Yemen contro una dittatura brutale e corrotta, spronando i connazionali a continuare con coraggio nella loro lotta per rovesciare il regime.
11তিনি শাসককে ক্ষমতা থেকে অপসারিত করার জন্য আন্দোলনে সবাইকে সাহসী হতে উৎসাহিত করেছেন, যেমনটা তিনি সানার চেঞ্জ স্কোয়ারে মিছিলে নেতৃত্ব প্রদান করে প্রমাণ করছেন।Lo vediamo nel video seguente [ar], anch'esso caricato da Women Journalist Without Chains, in cui guida i cori di protesta nella piazza del Cambiamento a Sanaa.
12“শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক' নামক চ্যানেলের ভিডিওতে যা প্রদর্শিত হয়েছে।Senza dubbio Tawakkol Karman è stata un'ispirazione per molti uomini e donne, e non solo yemeniti.
13নিঃসন্দেহে কেবল ইয়েমেনের নাগরিক নয়, তিনি সারা বিশ্বে নারী এবং পুরুষের অনেককে অনুপ্রাণিত করেছেন।Il riconoscimento del Nobel a Tawakkol Karman ha suscitato innumerevoli commenti su Twitter. Ne riportiamo alcuni.
14তাওয়াক্কল কারমানের নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্তিতে সারা টুইটার জগতে প্রতিক্রিয়া প্রদর্শিত হতে থাকে, এখানে তার কয়েকটি প্রদান করা হল।
15@টাটো ৭৭০::@tota770::
16ওহ খোদা!OH MIO DIO!
17ইয়েমেনের একটিভিস্ট তাওয়াক্কল কারমান #নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। ভিভা (তার জয় হোক) #ইয়েমেন #ওয়াইএফ।L'attivista yemenita Tawakol Karman ha vinto il premio #Nobel per la pace , VIVA lo #Yemen #YF
18@দোরি_এরিয়ানি:@Dory_Eryani:
19তিনি ইয়েমেনে নাগরিক এবং এক নারী আর তিনি তা অর্জন করে দেখিয়েছেন!È yemenita e donna, e ce l'ha fatta!
20#ইয়েমেন#নারী#তাওয়াক্কলকারমান#নোবেল#yemen #woman #tawakkolkarman #nobel
21@মেইনোমান:@mainoman:
22ইয়েমেনের নারীরা গর্বের এক বস্তু এবং তাদের এই গর্ব করার অধিকার রয়েছে!Le donne yemenite sono sempre state orgogliose e hanno tutte le ragioni per esserlo!
23কিন্তু আজ বিশ্ব তাদের চিহ্নিত করল কেন ইয়েমেন তার নারীদের নিয়ে গর্ব করতে পারে# ইয়েমেন#তাওয়াক্কল#নোবেলপ্রাইজ।Ma oggi il mondo ne comprende il perché #Yemen #tawakkolkarman #nobelprize
24@ব্রহম ::@brrhom::
25টুইটারে #তাওয়াক্কলকারমান বিশ্বের এক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।#TawakkolKarman fa tendenza in tutto il mondo su twitter #Yemen
26@ওমারমাস::@OmarMash::
27ইয়েমেনের নারী একটিভিস্ট তাওয়াক্কল কারমান আজ শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেছে। এটা আসলে সালেহ-এর বিরুদ্ধে জয়, এটা ইয়েমেন এবং আরব নারীর ক্ষমতায়নের জয়।L'assegnazione del Nobel per la pace all'attivista yemenita Tawakol Karman è una vittoria contro Saleh, una vittoria per lo Yemen & un'affermazione per le donne arabe
28@সাপহসাফ:@Saphsaf:
29#ইয়েমেনের জন্য এক শুভ শুক্রবার, #শান্তি এবং #নারী আর #আরব বসন্ত এবং #তাওয়াক্কলকারমান গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের অং সান সূচি।Buon venerdì a #Yemen a #Peace a #Women a #ArabSpring e a #TawakkolKarman la nostra Aung San Su Kyi per #democracy
30@ওমেনফ্রমইয়েমেন :@WomanfromYemen:
31২০০৭ সাল থেকে অন্যায় এবং দমনের বিরুদ্ধে #তাওয়াক্কলকারমান-এর ভূমিকার বিষয়টি স্মরণ রাখা দরকার। #সার্পোটইয়েমেন #ইয়েমেনquello che si dovrebbe ricordare di #TawakkulKarman è il suo ruolo nel denunciare ingiustizie & oppressione dal 2007 #supportyemen #yemen
32আফ্রাহ নাসের, ইয়েমেনের এক সাংবাদিক, যিনি মূলত শাসকদের কাছ থেকে হুমকি লাভের পর, এখন সুইডেনে বাস করেন, তিনি এই সংবাদে তার প্রতিক্রিয়া এই ভিডিওর মাধ্যমে ভ্লগ (ভিডিও ব্লগিং) করেছেনঃAfrah Nasser, giornalista e blogger yemenita, al momento residente in Svezia in seguito alle minacce da parte del regime, ha espresso la sua reazione alla notizia in questo filmato:
33@ইয়োসরাএ১এ:@YusraAlA:
34একজন নারী এবং একজন ইয়েমেনী হিসেবে এবং তাওয়াক্কল কারমান এর জন্য গর্বিত।Orgogliosa di essere donna, orgogliosa di essere yemenita, e orgogliosa di Tawakul Karman!
35অভিনন্দন#ইয়েমেন#ওয়াইএফ।Congratulazioni #Yemen #yf
36তাওয়াক্কল কারমানের নিজের প্রতিক্রিয়া উদ্ধৃত করা হয়েছিল:Sono state anche riportate citazioni della stessa Tawakkol Karman:
37@ওমারমাশ:@OmarMash:
38তাওয়াক্কল কারমান: এই পুরষ্কার প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত।Tawakul Karman: “Sono molto molto felice di questo premio.
39এই পুরষ্কার ইয়েমেন বিপ্লবের তরুণ এবং ইয়েমেনের জনগণকে প্রদান করতে চাই।Lo dedico ai giovani della rivoluzione in Yemen e al popolo yemenita.”
40@ইয়েমেন_আপডেট:@yemen_updates:
41তাওয়াক্কল: আমি #তিউনিশিয়া #মিশর #সিরিয়া এবং #লিবিয়ার সকল আরব বিপ্লবীর প্রতি এই পুরস্কার উৎসর্গ করলাম।Tawwakul: “Dedico questo premio a tutti i rivoluzionari arabi in #Tunisia, #Egypt, #Syria & #Libya.” Intervista in diretta con lei in onda adesso su Suhail TV.
42দুর্ভাগ্যজনক ভাবে প্রচার মাধ্যমে ইয়েমেনের পরিচয় কেবল সন্ত্রাস এবং সংঘর্ষের কারণে। তবে তাওয়াক্কল কারমান-এর শান্তি পুরষ্কার এবং ইয়েমেনের বর্তমান বিপ্লব দেশটির সাথে শান্তির বিষয়কে যুক্ত করছে, চিরতরে।Lo Yemen, sfortunatamente, ha un'immagine nei media che è stata spesso associata a terrorismo e violenza, ma il premio Nobel a Tawakkol Karman e la rivoluzione in atto al momento sono riusciti a legarlo per sempre all'idea di pace.
43@ইয়েমেন_আপডেট টুইট করেছে:@yemen_updates scrive:
44তাওয়াক্কল-এর #নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার ঘটনাটি কিছুদিনের জন্য হলে সারা বিশ্বের সংবাদপত্রে শিরোনাম হয়ে থাকবে, এটা #ইয়েমেন বিষয়ক নেতিবাচক যে সব ধারনা তৈরি হয়, তা ভেঙ্গে ফেলবে।La vittoria del #NobelPeacePrize da parte di Tawwakul continuerà per un po' di tempo a fare notizia in tutto il mondo, riscattando l'immagine negativa dello #Yemen.
45এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ