# | ben | ita |
---|
1 | মরোক্কো: মেহেদির অভিজ্ঞতা | Marocco: alla scoperta dell'henné |
2 | হাজার হাজার বছর ধরে শিল্পের মাধ্যম হিসাবে মেহেদি ব্যবহারের চল আছে। | L'henné [it] è una forma artistica esistente da millenni. |
3 | মরোক্কো থেকে বাংলাদেশ পর্যন্ত দেখা যায় যে মেহেদি ব্যবহার করা হয় চুল রঙ করতে আর শরীরে নকশা আকঁতে। | Diffusa dal Marocco al Bangladesh, l'henné viene usata per tingere i capelli e decorare il corpo. |
4 | মরোক্কোতে মেহেদি ব্যবহার করা হয় হাত আর পায়ে সূক্ষ্ম নকশা করার জন্য, আর হাম্মামে (গোসলখানায়) চুলের রঙ করার জন্য। | In Marocco, la si impiega su mani e piedi con modelli decorativi complessi, e per tingersi i capelli negli hammam. |
5 | সম্প্রতি প্রাচীন মেহেদির শিল্প নিয়ে একটা বই বের হয়েছে। | Recentemente, è stato pubblicato un nuovo libro in inglese che ne documenta l'arte antica. |
6 | ‘মুর: আ হেনা এটলাস অফ মরোক্কো' শিরোনামে এই বই চিত্রসহ মেহেদি শিল্পের মরোক্কোর সংস্করণ ব্যাখ্যা করেছে। | Intitolato “Moor: A Henna Atlas of Morocco,” ,” il volume contiene illustrazioni e fotografie della bella versione marocchina di questa forma d'arte. |
7 | বইটির কিয়দংশ এখানে দেখুন: | Qui gli si può dare un'occhiata: |
8 | এই বই এর লেখকদের একটা ব্লগ ও আছে যার নাম মুর হেনা। | L'autrice del libro ha anche un blog, intitolato Moor Henna [en]. |
9 | পিস কোর স্বেচ্ছাসেবী এমিলি সম্প্রতি মেহেদির দেবার অভিজ্ঞতা পেয়েছেন। | Emily, volontaria dei Peace Corps, (e redattrice del blog Emily e Jon in Marocco [en]) recentemente si è fatta fare un tatuaggio con l'henné. |
10 | তার (মরোক্কোতে এমিলি আর জন ) ব্লগে, তিনি যেখানে কাজ করেন সেখানে মেহেদি দেয়ার ছবি পোস্ট করেছেন: | Sul suo blog, ha pubblicato delle fotografie [en] sull'applicazione dell'henné nel laboratorio artigianale dove lavora: |
11 | মরোক্কোতে মেহেদি দেয়া হচ্ছে | Applicazione dell'henné in Marocco |
12 | এমিলি মেহেদি দেয়ার পরে তার নিজের হাতে একটি ছবি দিয়েছেন: | Emily ha poi pubblicato anche una foto nella fase successiva: |
13 | মেহেদি দেয়ার বেশ কয়েক ঘন্টা পরে | L'henné, parecchie ore dopo l'applicazione |
14 | এই অভিজ্ঞতা সম্পর্কে এমিলি বলেছেন: | Sull'esperienza, Emily dice: |
15 | বাড়ি আসার পরে শুকনো মেহেদির উপরে আমি অল্প জলপাই তেল দিয়ে ওটা উঠিয়ে ফেলি। | Quando sono tornata a casa, ho tamponato l'henné ormai asciutto con dell'olio d'oliva prima di rimuoverlo. |
16 | মেয়েরা আমাকে সব্জির তেল ব্যবহার করতে বলেছিল (সম্ভব ওটা সস্তা বলে), কিন্তু আমি ভালোটা দিয়েছি। | Le ragazze mi avevano detto di usare solo dell'olio vegetale (probabilmente perché è meno costoso), ma ho preferito usare olio di qualità. |
17 | আমার মনে হয় তেল মেহেদিকে ‘বসতে' সাহায্য করে, তা ছাড়া চামড়াতেও আরাম লাগে কারন শুকনা হেনার টান ভালো লাগে না। | Presumo l'olio aiuti l'henné a “fissarsi,” ad ogni modo è una bella sensazione sulla pelle perché l'henné secco è fastidioso. |
18 | মেহেদি তোলার পরে প্রথমে উজ্জ্বল হলুদ রঙ হয়, তার পরের কয়েক ঘন্টায় এর রঙ গাঢ় হয়। | Quando poi comincia a staccarsi, diventa di color giallo vivo, per scurirsi nelle ore successive. |
19 | আজকের মধ্যে সুন্দর বাদামি রঙ হয়েছে। | Oggi è di un bel color marrone. |