Sentence alignment for gv-ben-20100111-8590.xml (html) - gv-ita-20100109-12441.xml (html)

#benita
1পশ্চিম সাহারা: ২০১০ সালের সাহারা ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানো
2বলা যায় আপনি তা হলে তালিকাটি তৈরি করে ফেলেছেন।Sahara Occidentale: prossima al via la <em>Maratona del Sahara 2010</em>
3হ্যাঁ, আপনার নতুন বছরে পরিকল্পনার তালিকা।E così avete appena buttato giù la vostra bella lista.
4হয়তো সেই তালিকায় আপনি লিখেছেন যে, এ বছর আপনি প্রায়শ:ই শরীর চর্চা করতে বের হবেন। আপনি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লোকদের সাহায্য করতে চান, ভিন্ন এক দেশে ভ্রমণ করতে চান, আবার একই সাথে ভিন্ন সংস্কৃতির লোকদের সাথে সাক্ষাৎ করতে চান।Sì, l'elenco con i propositi da seguire per il Nuovo Anno. Forse avrete scritto che cercherete di fare pù esercizio fisico, che vi piacerebbe andare in giro per il mondo ad aiutare chi ne hanno bisogno, a conoscere altri Paesi e magari anche incontrare gente di culture diverse.
5যদি এর উত্তর হ্যাঁ হয়, তা হলে আপনি জেনে খুশি হবেন যে সাহারা ম্যারাথন ২০১০, এ বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে।Se la risposta è ‘si', vorrete allora saperne di più sulla Maratona del Sahara 2010 [in] prevista per il 22 febbraio prossimo.
6সাহারা ম্যারাথন এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সাহারাউই জনগোষ্ঠীর প্রতি একাত্মতা প্রদর্শন করার জন্য অনুষ্ঠিত হয়।La Maratona del Sahara è un evento sportivo internazionale che ha l'obiettivo di manifestare solidarietà al popolo saharawi e che quest'anno celebra la decima edizione.
7এ বছর এই অনুষ্ঠানটির দশ বছর পূর্ণ হবে। পশ্চিম সাহারার মরুভূমিতে বিশটি ভিন্ন ভিন্ন জাতির লোকজন তীব্র এক প্রতিযোগিতার মুখোমুখি হবে।I partecipanti, provenienti da una ventina di Paesi da tutto il mondo, affronteranno una sfida molto impegnativa nel Sahara occidentale aiutando al contempo i Saharawi da parecchi anni costretti a vivere nei campi profughi .
8এটি তারা করবে উদ্বাস্তু শিবিরে বাস করা সাহারাউইদের সাহায্য করার জন্য।Scarpe in corsa (foto di Josiah McKenzie con licenza Creative Commons)
9দৌড়ানোর জুতোর সারি, ছবি জোশিয়া ম্যাকেঞ্জির তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছেQuest'anno la maratona si terrà al campo profughi di Dakhla, uno dei più remoti e meno visitati, e molti blog saharawi stanno promuovendo l'evento.
10এই বছর ম্যারাথন হবে ডাকলা শিবিরে এবং অনেক সাহারাউই ব্লগ এই অনুষ্ঠানের ঘোষণা ও প্রচারণা করছে।Ne scrivono in spagnolo i blog Todos con el Sahara, Sahara Deportes e Blog de Montaña.
11স্প্যানিশ ভাষার ব্লগ টডোস কন এল সাহারা, সাহারা ডিপোর্টেস এবং ব্লগ ডে মনটানা এই বিষয় সম্বন্ধে লিখেছে।Informazioni in inglese son reperibili sul sito ufficiale oppure su euskera [in] , dove viene tenuto un blog dedicato alla manifestazione.
12এ ছাড়াও এই বিষয় সম্বন্ধে আপনি ইংরেজী ভাষায় তথ্য জানতে পারবেন এই ব্লগের নিজস্ব সাইট ও ইউসেকেরায়, সেখানে আপনি একটি ব্লগ পাবেন যা এই বিষয়ের উপর উৎসর্গ করা হয়েছে।
13কন এল সাহারা ব্লগ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করছে:Il blog Con el Sahara [sp] descrive gli obiettivi di questa corsa:
14অংশগ্রহণকারীদের প্রদান করা দাতব্য অর্থ এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগ্রহ করা অর্থ এই উদ্বাস্তু শিবিরের মানবিক সাহায্য প্রকল্পে প্রদান করা হবে।
15সাহারা ম্যারাথন, ছবি আব্রিলুরয়ুর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Le donazioni di tutti i partecipanti e il denaro raccolto da individui o da istituzioni saranno integralmente destinati al progetto di aiuto umanitario ai campi profughi.
16গতবছর, কিলোমেট্রোসিসুয়েনোস সাহারা ম্যারাথনে অংশগ্রহণ করেছিল এবং তার উদ্দীপনামূলক অভিজ্ঞতা আপনাকে এই দৌড়ে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করবে:
17আমি যে কোন দৌড়বিদকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলছি।La maratona del Sahara (foto di aabrilru su licenza Creative Commons)
18মরুভূমির মধ্যে দৌড়ানো এক বিস্ময়কর অভিজ্ঞতা। এছাড়া এখানে বিভিন্ন দুরত্বের দৌড় রয়েছে: ৫,১০,২১, এবং ৪২ কিলোমিটারের দৌড়।L'anno scorso, Kilometrosysueños ha partecipato alla Maratona del Sahara [sp] e leggere la sua esperienza può coinvolgervi e motivarvi a prendere parte a quest'edizione:
19এ রকম এক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবার ক্ষেত্রে কোন অজুহাত নেই!!!Raccomando caldamente a tutti i runner di partecipare a questa sfida.
20যদি আপনি কোন কারণে এই প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন, তা হলে আপনার জন্য দ্বিতীয় এক সুযোগ রয়েছে।Una gara nel deserto è un'esperienza magnifica, e inoltre sono in programma distanze che possono andare bene a tutti: 5, 10, 21 and 42 km.
21এর নাম সাহারা বাইক রেস বা সাহারা মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা।
22এটি এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।Non avete scuse!!!
23একটি ব্লগ এই অনুষ্ঠানটির সম্বন্ধে বেশ কয়েকটি ভাষায় প্রচারণা চালাচ্ছে। ভাষাগুলো হল: স্প্যানিশ, ফরাসী, ইংরেজী এবং ইতালী।Se non riuscirete ad andarci, un'altra opportunità è la “Sahara Bike Race” [in] che avrà luogo il prossimo aprile, con un blog che promuove l'evento in varie lingue: spagnolo, francese, inglese e italiano.
24অনেক সাহারাউই ব্যক্তি বিগত ৩০ বছর ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে।
25তারা, সীমাবদ্ধ সাহায্য এবং নেতাদের প্রচণ্ড চেষ্টার উপর টিকে আছে এবং তারা তাদেরকে নিয়ে বাকী বিশ্বের মানুষদের উদ্বিগ্নতার অভাবকে মোকাবেলা করছে।Molti Saharawi [it] vivono come rifugiati da più di 30 anni, totalmente dipendenti dagli scarsi aiuti umanitari e dal grande impegno dei loro leader politici, nell'indifferenza del resto del mondo.
26এই সব উদ্বাস্তুর এক তৃতীয়াংশই শিশু।Un terzo dei Saharawi sono bambini.
27এমনকি ম্যারাথন দৌড় এবং সাইকেল চালনার মত উপরের ঘটনা বর্ণনা করছে যে, এ সবের উদ্দেশ্য তহবিল সংগ্রহ। যেন এর মাধ্যমে ক্ষুদ্র কিছু প্রকল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হয়।Manifestazioni come la maratona o la gara ciclistica sopra descritte mirano a raccogliere fondi per aiutarli a sviluppare piccoli progetti, ma anche a condividere con chiunque sia interessato una cultura unica e ricca, come pure i problemi che devono affrontare per sopravvivere come nazione.
28কিন্তু একই সাথে এর উদ্দেশ্য এক আলাদা এবং সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো।
29তবে একই সাথে এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য, একটি জাতি হিসেবে টিকে থাকতে গিয়ে সাহারাউই জনগোষ্ঠী যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তা সবার সামনে তুলে ধরা।