Sentence alignment for gv-ben-20110929-20301.xml (html) - gv-ita-20110928-45970.xml (html)

#benita
1জর্ডানঃ সংসদ সদস্যরা তরুণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেGiordania: la battaglia dei parlamentari contro i giovani
2এই সপ্তাহে জর্ডানের রাজধানী আম্মানে, সংসদে জনপ্রতিনিধিদের আলোচনা জনতার মাঝে এক অসন্তোষের সৃষ্টি করে, বিশেষ করে, তরুণ সম্প্রদায়ের মধ্যে।La scorsa settimana, in Giodania, le sessioni parlamentari tenutesi ad Amman sono state al centro del malcontento popolare, soprattutto tra i giovani.
3সে সময় সংসদে একটি বিষয় আলোচনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এতে সংসদে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছরে নামিয়ে আনার এক প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনের উপর এই আলোচনার প্রস্তাব করা হয়েছিল।Uno dei punti caldi della discussione è stata la proposta di un emendamento per abbassare l'età di eleggibilità in parlamento dai 30 ai 25 anni.
4যথারীতি সেদিন ২০ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিল, ৪৯ জন সংসদ প্রস্তাবিত সংশোধনের পক্ষে এবং ৪৯ এটি বাতিল করার পক্ষে ভোট প্রদান করে, আর ২ জন সংসদ ভোট দানে বিরত থাকে।Con 20 assenti e due astenuti, lo scontro tra favorevoli e contrari si è fermato a 49 contro 49, impedendo la modifica della norma.
5সংসদে এই বিষয়ে এক তীব্র এবং উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়, যেখানে কয়েকজন সংসদ এমন একটি দেশের তরুণ জনগোষ্ঠীর রাজনীতিতে যুক্ত হবার ব্যাপারে প্রবল বিরোধীতা করে, যে দেশের শতকরা ৭০ শতাংশ নাগরিকের বয়স ৩০-এর নীচে।Attorno alla proposta si è dunque scatenato un acceso dibattito, nel corso del quale alcuni deputati hanno espresso forte disapprovazione verso una maggiore partecipazione dei giovani in politica. In Giordania, il 70% della popolazione ha meno di 30 anni.
6এই সংশোধনী পাশ হয়নি। আহমাদ জাতারি কয়েকজন সংসদের অপমানজনক মন্তব্যের সারাংশ করেছে:Ahmad Zatari riassume così alcuni dei commenti più offensivi:
7@আহমাদজাতারি: আলি খালায়েলে: সক্রিয় তরুণরা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দ্বারা সংগঠিত, যে দেশসমূহ তাদের ইচ্ছেমত তরুণদের ব্যবহার করে।@AhmadZatari [ar, come tutti i link del post]: Ali Khalayleh: la gioventù attiva si lascia condizionare da manovratori come Stati Uniti e Francia.
8এবং প্রস্তাবিত ন্যুনতম ২৫ বছর বয়স সম্বন্ধে উক্ত সংসদের মন্তব্য ছিল: “ দলে, পালক না গজানো শাবক ছাড়া আর কেউ নেই' (আরবী প্রবাদ, যার অর্থ হচ্ছে যে সমাজে কেবল অযোগ্যরা অবশিষ্ট রয়েছে)।Quanto alla proposta di abbassare il limite d'età a 25 anni, dice: “Nel pollaio non è rimasto che qualche pulcino spennacchiato” [Frase idiomatica araba dove per pulcini si intende la feccia della società, ndT]
9@ আহমাদজাতারি:সংসদ সদস্য মোহাম্মাদ থাইউয়েব প্রস্তাবিত ন্যুনতম বয়স সীমা ২৫ বছরের বিষয়ে এই বলে হস্তক্ষেপ করে যে, “ আমরা তাদের মদ্যপান করার জন্য এখানে প্রবেশ করতে দিতে চাই না”।@AhmadZatari: Il parlamentare Mohammad Thweib si è così espresso mentre votava: “Non vogliamo certo vedere qui degli ubriachi”
10হাজেম জুরেকাত, জর্ডানের এক পরিবহণ পরিকল্পনাবিদ এবং অর্থনীতিবিদ। তিনি আরেক সংসদের হস্তক্ষেপের বিষয়ে টুইট করেছে:Hazem Zureikat, economista e progettista di trasporti, diffonde su Twitter l'intervento di un altro parlamentare:
11@হাজেম: “তালাল আলফোউর”; যারা বয়সে তরুণ এবং অনভিজ্ঞ… তারা ফ্রান্স এবং পশ্চিমের দ্বারা প্ররোচিত……তারা তরুণ, তাদের কোন অভিজ্ঞতা নেই।@hazem: Talal AlFaour: sono giovani e inesperti…influenzati dalla Francia e dall'Occidente… sono giovani e perciò non hanno esperienza alcuna.
12এবং এই জর্ডানি নাগরিক, যার টুইটারের মানে দুর্নীতির এক ছদ্ম চেহারা। তিনি জিজ্ঞেস করছেন :Un giovane giordano, il cui nickname Twitter significa “la facciata della corruzione”, si chiede:
13@ফাসেদআলফাসাদ: কেন তারা সমগ্র জাতি অথবা একটা প্রজন্মকে এত সহজেই অপমান করে, এদিকে একজন পুরুষ অথবা নারী সিদ্ধান্ত গ্রহণকারী (সংসদ সদস্য) সমালোচনাকে ভয় করে অথবা কাউকে সেই কাজ করা থেকে বিরত রাখে। ?@FacadeAlFasad: Con quale facilità offendono un'intera nazione e le sue generazioni, mentre per paura non riescono a muovere neppure una critica ai potenti, uomini o donne che siano?
14আহমেদ আলহুয়ারি পরিহাস করে বলেন:Ahmad Alhuwwari preferisce scherzare:
15@হুয়ারী: তাজা সংবাদ: আমরা সীমানাহীন পালক না গজানো এক শাবকদের সমাজ স্থাপন করেছি, যদি আগ্রহী হন তাহলে যোগদান করুন, দয়া করে এটাকে আবার টুইট করেন@huwwary: Ultim'ora: fondata una società di pulcini spennacchiati aperta a tutti, se volete unirvi a noi rispondete con un retweet.
16এবং ফিলিস্তিনি কবি এবং লেখক, মোউরিদ বারঘোতি একটি প্রশ্ন টুইট করেছেন, আমি নিজে প্রায়শ বিস্মিত হই যখন দেখি এইসব তরুণদের আঘাত করা হয়:Nel frattempo, il poeta e scrittore palestinese Mourid Barghouti pone una domanda che io stessa mi faccio quando sento infierire sui giovani:
17@মোউরিদবারঘোতি: পালক না গজানো শাবকদের এই শত্রু, সে তার নিজের সন্তানদের কি ভাবে যত্ন নেয়?@MouridBarghouti: Chissà come tratta i suoi figli questo nemico dei pulcini spennacchiati
18গতকাল সংসদের বাইরে অনুষ্ঠিত এক বিক্ষোভে এক তরুণ জর্ডানি নাগরিকের হাতে ধরা এক একটি পোস্টার।Un giovane giordano regge un cartello durante la protesta svoltasi il 22 settembre fuori dal Parlamento.
19এই পোস্টারে লেখা রয়েছে, যদি সারা বিশ্বও আমার বিপক্ষে যায়, তারপরেও আমি এক পালকবিহীন শাবক।La scritta recita: Se il mondo intero è contro di me, io sono un pulcino spennacchiato.
20আমি চ্যালেঞ্জ ভালবাসি।Amo le sfide.
21ছবি টুইটারের @ইমান-এর।Foto di @eman su Twitter
22আহমেদ জাতারি এক সংগঠিত প্রতিবাদের বিষয়ে টুইট করেছেAhmad Zatari parla addirittura di una protesta:
23@আহমেদজারাতি: যদি আপনারা সংসদ সদস্যদের দ্বারা অপমানিত হয়েছেন বলে মনে করেন, তাহলে ২২ সেপ্টেম্বর তারিখে, ৫.@AhmadZatari: Se vi sentite offesi dai parlamentari, unitevi alla protesta oggi 22 Settembre alle 17,30 di fronte al Parlamento.
24৩০ মিনিটে সংসদের সামনে এক প্রতিবাদে যোগদান করুন।L'attivista Eman Jaradat ironizza:
25একটিভিস্ট ইমান জারদাত পরিহাস ক্রমে বলেন:@eman: Sei ubriaco? Un pulcino spennacchiato?
26@ইমান: আপনি কি মাতাল, একটি পালকবিহীন শাবক, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের দ্বারা প্রভাবিত ?Una vittima dell'influenza di Stati Uniti e Francia?
27আপনি কি একটি উন্মুক্ত বাহু প্রদর্শনকারী এক মহিলা? আপনি কি আপনার ছেলে বন্ধুর সাথে বিক্ষোভে অংশ নেন?Se sei una ragazza, non porti il velo e vai alle marce di protesta col tuo ragazzo?
28তাহলে আপনি এক জর্ডানি তরুণী।Allora sei un vero giovane giordano.
29বাতির ওয়ারদাম, পরিবেশ বিষয়ক এক ধারাভাষ্যকার, তিনি প্রশ্ন করেছেন:Batir Wardam, un comunicatore ambientalista, si domanda:
30@বাতিরদাব্লিউ: আমরা কি শ্রদ্ধেয় সংসদ সদস্যদের মন্তব্য পালকবিহীন শাবক থেকে কি এই বিষয়টি বাদ দিতে পারি যে, সংসদ হচ্ছে এক মুরগীর খাঁচা ??@batirw: Dal commento del deputato sui pulcini spennacchiati possiamo forse dedurre che il Parlamento è un pollaio?
31আইয়া আলমুসা এই অপমানের বিরুদ্ধে কথা বলছেন:Aya Almusa si scaglia contro l'offesa:
32@আন্দারিইইই: আমরা অবশ্যই এই সব আইনের রক্ষকদের বিদায় দিয়ে দেব, যারা পালকবিহীন শাবক বলে অভিহিত করে সমগ্র জাতিকে অপমান করেছে।@Andareee: Dobbiamo sciogliere il pollaio che ha insultato un'intera generazione definendola un cumulo di pulcini spennacchiati.
33এই সমস্ত সংসদ সদস্যরা কারো প্রতিনিধিত্ব করে নাQuesti parlamentari non rappresentano nessuno.
34এর মধ্যে সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে যে সংসদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে উক্ত অধিবেশনের এই আলোচনা মুছে ফেলা হবে, আর এর জন্য ক্ষমা চাওয়া হবে।Ciliegina sulla torta, il Parlamento ha deciso di scusarsi cancellando gli insulti dalla resocontazione della seduta.
35সম্ভবত আলোচনা থেকে এই শব্দগুলো মুছে ফেলা হয়েছে, তবে ইন্টারনেটে, যেমন জর্ডানডের ধারণ করা এ রকম ভিডিও (ভিডিও আরবিতে) নিশ্চিত করেছে যে সঠিক, অবিকৃত, সংরক্ষিত ভিডিও এখনো জীবন্ত রয়েছে।Ma se ciò vale per la registrazione ufficiale, sono diversi i video (come questo, di JordanDays) che riportano fedelmente le parole dei parlamentari, commenti negativi inclusi.