Sentence alignment for gv-ben-20120623-27736.xml (html) - gv-ita-20120610-61400.xml (html)

#benita
1মিশর: যৌন হয়রানি বন্ধের মিছিলে হামলাEgitto: attaccata manifestazione contro le violenze sessuali
2আজ (৮ই জুন, ২০১২) তাহরির স্কোয়ারে যৌন হয়রানি বন্ধের দাবিতে মহিলাদের একটি মিছিলে ক্রুদ্ধ পুরুষদের একটি দল আক্রমণ করলে তা কুৎসিত একটি ব্যাপারে পরিণত হয়।Venerdì 8 giugno una manifestazione di protesta a Il Cairo contro le aggressioni sessuali è degenerata quando le partecipanti sono state attaccate da una folla di uomini infuriati a Piazza Tahrir.
3প্রত্যক্ষ্যদর্শীরা টুইটারে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।Alcuni testimoni oculari hanno condiviso la loro esperienza su Twitter.
4অকুস্থলে উপস্থিত আসোসিয়েটেড প্রেসের সাংবাদিক সারাহ এল দীব নিচের টুইটগুলোতে যা ঘটেছে তা বর্ণনা করেছেন:La giornalista dell'Associated Press Sarah El Deeb, presente alla manifestazione, descrive gli avvenimenti nei seguenti tweet (#EndSH):
5@এসএলদীব: #যৌনহয়রানিবন্ধ মিছিলের উপর অনেকগুলো লোকের হামলা - যার উদ্দেশ্য ছিল একে ছত্রভঙ্গ করে দিয়ে অংশগ্রহণকারীদের অপমান এবং হামলা করা।@seldeeb: L'aggressione alla marcia #EndSH è avvenuta per mano di numerosi uomini - con l'intento di interromperla e aggredire verbalmente e fisicamente i partecipanti.
6@এসএলদীব: মার্চ #যৌনহয়রানিবন্ধ মিছিলের পুরুষরা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছে কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় কিছু মহিলা কোণঠাসা হয়ে হয়ে পড়েন@seldeeb: Gli uomini presenti alla marcia #EndSH hanno respinto gli aggressori che però erano in molti e alcune donne sono state accerchiate.
7@এসএলদীব: পুরুষদের দলটি এলাকার লোকদের ভয় ধরিয়ে দেয় আর কেউ কেউ তাদের দোকান বন্ধ করে দেয় #যৌনহয়রানিবন্ধ (মিছিলটিকে) ভয়ংকর মনে হওয়ায়।@seldeeb: Le persone presenti nell'area sono state prese dal panico e alcune hanno chiuso le serrande dei negozi per timore delle violenze #EndSH.
8শেষ পর্যন্ত ১টি দোকান আশ্রয় দিয়েছেAlla fine un solo negoziante ha offerto riparo.
9@এসএলদীব: কিছু কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন #যৌনহয়রানিবন্ধ মিছিলে হামলা শুরুর আগে থেকেই আশেপাশের লোকগুলো মেয়েদের উত্যক্ত করছিলো@seldeeb: Alcuni testimoni dichiarano che la gente che si trovava nei dintorni della marcia stava già contestando le ragazze ancor prima che l'aggressione iniziasse.
10“আপনার হাত বিরত থাকুক।‘Possa la tua mano essere spezzata.
11যৌন হয়রানিকে না”- লেখা একটি প্ল্যাকার্ড।No alle aggressioni sessuali', recita un cartello esposto durante la protesta.
12টুইটারে সারাহ এল দীব ছবিটি ভাগাভাগি করেছেনFoto di Sarah El Deeb presa da Twitter
13বিক্ষোভের মাসগুলো জুড়েই যৌন হয়রানির অভিযোগগুলো অব্যাহতভাবে চুইয়ে চুইয়ে এসেছে।Denunce di aggressioni sessuali sono state segnalate per tutto il tempo durante i mesi della protesta.
14আমিরা হাওয়েইদি এর পটভূমি প্রদান করেছেন:Amira Howeidy descrive il contesto:
15@আমিরাহাওয়েইদি: মহিলা বিক্ষোভকারীদের যৌন হয়রানি ২০০৫ সাল থেকে মুবারকের জাতীয় গণতান্ত্রিক দল আবিষ্কৃত একটি প্রতিষ্ঠিত প্রথা@amirahoweidy: Aggredire le dimostranti è una pratica consolidata messa a punto dal Partito Nazionale Democratico di Mubarak che ha avuto inizio nel 2005
16@তুর্ক৪(ফর)সিরিয়া মহিলাদের হয়রানি করে কেউ কখনো গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করলে মোহাম্মেদ ইয়াহিয়া জবাব দেন:Turk4Syria chiede se qualcuno viene mai arrestato per aver aggredito delle donne e Mohamed Yahia risponde:
17@মোহাম্মেদওয়াই: @তুর্ক৪(ফর)সিরিয়া কখনো কেউ না।@MohammedY: @Turk4Syria non succede mai.
18এটা এতটাই নিয়মমা্ফিক যে অনেকেই সন্দেহ করেন ক্ষমতাসীনরা মহিলা বিক্ষোভকারীদের দমন করার জন্যে এর পৃষ্ঠপোষণ করেন। #যৌনহয়রানিবন্ধE' una pratica talmente assodata che alcuni sospettano ci sia l'appoggio di chi sta al potere per intimidire le dimostranti #EndSH
19শিরিনথাবেত সুপারিশ [আরবী ভাষায়] করেছেন::Sherine Thabet @sherinethabet [ar] suggerisce:
20একটি কথা আমি সব জায়গায় সবার কাছে বারবার বলি সেটা হলো: হয়রানিকারীরা কারো কথা শুনবে না।La frase che ripeto dovunque e a chiunque è: l'aggressore non darà retta a nessuno.
21হয়রানিকারীদের শিক্ষিত করা সম্ভব নয়।L'aggressore non può essere educato.
22হয়রানিকারীদের নিশ্চিহ্ন করা প্রয়োজন এবং সেটা করার একমাত্র উপায় হলো সমাজিকভাবে তাদের প্রত্যাখ্যান করা।L'aggressore deve scomparire e l'unico modo per farlo è emarginarlo dalla società.
23এটাই দরকার।Questo è quanto.
24এবং দীনা _আদেল উপসংহার টেনছেন এভাবে:E Deena Adel conclude:
25@দীনা _আদেল: অনুগ্রহ করে আমরা কী যৌন হয়রানি নিয়ে পুণরুজ্জীবিত এই ক্রোধকে কাজে লাগিয়ে এর বিরুদ্ধে যুদ্ধের জন্যে শক্ত (বোধগম্য) একটি পদক্ষেপ নিতে পারি?@deena_adel: Possiamo per favore sfruttare questa rinata ondata di sdegno contro le aggressioni sessuali e prendere provvedimenti concreti per combatterle?
26#যৌনহয়রানিবন্ধ#EndSH
27আরো প্রতিক্রিয়া পাওয়া যাবে টুইটারে #যৌনহয়রানিবন্ধ হ্যাশট্যাগে।Altri commenti su Twitter vengono raccolti sotto l'hashtag #EndSH.