# | ben | ita |
---|
1 | পুয়ের্টো রিকো: ৩৬৫ টি ছবি | Puerto Rico: 365 fotografie d'autore |
2 | ফটোগ্রাফার জোসে রড্রিগো মাদেরা [স্প্যানিশ ভাষায়] গত দুই বছরে তার “৩৬৫” দিন নামক প্রকল্পের অধীনে প্রতিদিন একটি করে ছবি তুলেছে। | Il fotografo José Rodrigo Madera [es] ha scattato una fotografia ogni giorno per due interi anni come parte del suo progetto “365.” |
3 | রিভিস্তা ক্রুসে [স্প্যানিশ ভাষায়] তার ২০ টি ছবি সবার উপভোগের জন্য প্রকাশ করার আগে পর্যন্ত , তার এইসব ছবি কেবল মাত্র তার বন্ধুদের ফেসবুকের পাতায় দেখা যেত। | Le sue foto erano visibili su Facebook solo per i suoi amici finché la Revista Cruce [es] ne ha pubblicato 20 fotografie online. José Rodrigo Madera si descrive come: |
4 | জোসে রড্রিগো মাদেরা নিজের সম্বন্ধে বর্ণনা করছেন এভাবে: | …fotógrafo de profesión y nunca estudió Artes. Estudió Comunicaciones en la Universidad Interamericana y quiere enseñar fotografía. |
5 | … এক পেশাদার ফটোগ্রাফার যে নিজে শিল্প বিষয়ে পড়ালেখা করেনি। | Cree en el matrimonio y se considera de izquierda. |
6 | | Dedica todo su trabajo al hombre de su vida, Emil Alejandro, y a la mujer de su vida, Penelope. |
7 | ইন্টারআমেরিকানায় গণ যোগাযোগ-এর উপর পড়ালেখা করেছে এবং ছবি তোলার বিষয়টি শিখতে চেয়েছে। | …fotografo professionista che non ha mai studiato Arte. Ha studiato Comunicazione all'Università Interamericana ed aspira ad insegnare fotografia. |
8 | বিবাহে বিশ্বাসী এবং নিজেকে একজন বামপন্থী হিসেবে বিবেচনা করে, তার জীবনের সাথে সম্পৃক্ত পুরুষ এমিল আলেজান্দ্রো এবং তার জীবনের ভালবাসার নারী পেনিলোপ-কে সে তার সকল কাজ উৎসর্গ করেছে। | Crede nel matrimonio e si considera di sinistra. Dedica tutto il suo lavoro all'uomo della sua vita, Emil Alejandro, e alla donna della sua vita, Penelope. |
9 | এখানে তার কিছু নির্বাচিত অসাধারণ ছবির কয়েকটি তুলে ধরা হল। * | Ecco una selezione dei suoi straordinari scatti. * |
10 | পিচার: ১. এমন এক ব্যক্তি যে, একটি বা অন্য কোন কারণে কোন বাঁধা মানে না, অথবা নিজের প্রতি তার যে প্রতিশ্রুতি তা সে পালন করে। | Lanciatore: 1. Chi per una ragione o per una altra non porta atermine le cose per costrizione o per dedizione personale. |
11 | ২. যে ব্যাক্তি পাল্টা আহ্বান প্রদান করে না। | 2. Chi non risponde alle chiamate. |
12 | দেখ। | Orologio. |
13 | লাল প্যান্ট পড়া শিশুটি। | Bambino con calzoncini rossi. |
14 | সকালের নাস্তা। | Colazione. |
15 | আগস্তিনো একটি ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করছে। | Agostini si prepara per uno scatto. |
16 | ভুতুড়ে মেঘ। | Nube fantasma. |
17 | যন্ত্রণার হাসি। | Risata fragorosa. |
18 | প্যাঁচানো । | Spirale. |
19 | চোখ। | Occhio. |
20 | ‘আজুল'-এর মা-টি। | La mamma di "azul." |
21 | • ফটোগ্রাফার এবং রেভিস্তা ক্রুসের অনুমিত ক্রমে এইসব ছবি পুনরায় প্রকাশ করা হল। | *Tutte le fotografie sono pubblicate con il permesso dell'autore e della Revista Cruce. |
22 | মূল যে ভাষায় প্রকাশ হয়েছে সেখান থেকে ছবির শিরোনাম গুলো গ্রহণ করা হয়েছে (তবে ব্যাতিক্রম কয়েকটির শিরোনাম ইংরেজীতে লেখা হয়েছে)। | Le didascalie sono state tradotte dall'originale (parte in spagnolo e parte in inglese). |