# | ben | ita |
---|
1 | বেস্ট অফ ব্লগস: বিশ্বব্যাপী ভিডিওব্লগাররা প্রতিযোগীতায় নেমেছে (দ্বিতীয় পর্ব) | Videoblogger in corsa per “Best Of Blogs” (2. parte) |
2 | এই সপ্তাহের প্রথম দিকে আমরা কিছু ভিডিও ব্লগ পরিদর্শন করেছি যেগুলো জার্মান রেডিও ডয়েশে ভেলে কর্তৃক ঘোষিত বেস্ট অফ ব্লগস (সর্বশ্রেষ্ঠ ব্লগের) জন্য মনোনীত ছিল। | Torniamo sui videoblog in lizza per i BOB Award, il concorso Best of Blogs organizzato da Deutsche Welle. |
3 | দ্বিতীয় অংশে আমরা সারা পৃথিবী থেকে মনোনীত অন্যান্য ভিডিওব্লগারদের দেখব এবং সেই সাথে দেখব আপনার প্রিয় ব্লগ নির্বাচনের জন্য পছন্দগুলো কি হতে পারে। | Dopo la prima parte della panoramica, ecco altri candidati al premio provenienti da tutto il mondo, onde consentirvi di scegliere il migliore! |
4 | জিনাটনিক ব্লগের জিনা টোস্ট হচ্ছে একজন স্প্যানিশ ভিডিওব্লগার, ব্লগার এবং পডকাস্টার। | La spagnola Gina Tost offre sul suo blog Ginantonic [sp] video, blog e podcast. |
5 | তিনি ভ্রমণ, জীবন এবং সেলিব্রেটিদের সাথে সাক্ষাৎকার নিয়ে ব্লগে লিখেন। ২০০৪ সাল থেকেই তিনি লিখে আসছেন, যখন থেকে তিনি ক্যাটালানে (বার্সিলোনার একটি আঞ্চলিক ভাষা) ব্লগ লেখা শুরু করেছেন। | Parla dei suoi viaggi e della sua vita in generale, intervista celebrità, e ha creato il suo blog nel 2004 dapprima scrivendo in catalano, il dialetto di Barcellona. |
6 | বার্সিলোনা বাইসাইকেল নেটওয়ার্কের অংশ হিসেবে তিনি তার প্রথম অভিজ্ঞতা মি প্রাইমার বাইকিং নামক পোস্টটিতে লিপিবদ্ধ করেন: | Nel video che segue, “Mi Primer Bicing”, racconta della sua prima partecipazione al Barcelona Bicycle Network. |
7 | ভিডিওব্লগ ডো ট্রাজানো হচ্ছে ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক জোসে ট্রাজানোর ফুটবল ব্লগ, যেখানে তিনি তার ব্যক্তিগত মতামত জানান। | Videoblog do Trajano [po] è il blog dove il giornalista sportivo brasiliano José Trajano rilancia le proprie opinioni personali in materia di calcio. |
8 | ফ্রান্স থেকে লুইজ ডানিয়েলের কাছ থেকে আমরা পোয়েসিস ডেস ডিসায়ার এন ডিসওর্ডারি নামক একটি কাব্যিক এবং শৈল্পিক ভিডিও ব্লগ পাই। | Dalla Francia arriva un poetico e artistico videoblog curato da Loiez Deniel, Poésie des désirs en désordre [fr]. |
9 | সে'স্ট লা ক্রিজ এর স্নায়ুর উপর চাপ সৃষ্টি করা একটি প্রভাব রয়েছে; যেখানে কিছু কুকুর খাঁচার অপরদিকে থাকা একজন দর্শককে দেখে প্রতিক্রিয়া দেখায়; কেউ কেউ আনন্দের সাথে ঘেউ ঘেউ করে চিৎকার করছে আবার কেউ কেউ লেজ নাড়াচ্ছে এবং অন্যরা গরর করে শব্দ করছে ছোট খাঁচার ভিতর যেটি কিনা জন্তু জানোয়ারদের জন্য নিরাপদ স্থান। | C'est la cri$e [fr] provoca un effetto inquietante, mostrando le reazioni dei cani alla telecamera che li riprende dall'altra parte delle sbarre, alcuni abbaiano festosi scodinzolando, altri ringhiano aggirandosi nervosamente dentro piccole gabbie di quello che sembra un rifugio per animali. |
10 | ফ্রান্সের ফিল্ম সেভেন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর অনলাইন ভিডিও সংরক্ষণ করে। | Sempre dalla Francia, Films 7 [fr] pubblica video organizzati sotto specifiche tematiche. |
11 | উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে তাদের অভিনেত্রীরা ক্যামেরার সামনে নামক একটি বিভাগ রয়েছে যেখানে তারা অন্যান্য ভিডিওব্লগারদের অনুরোধ করেছে তারা যেন এমন কিছু ভিডিও পাঠায় যেখানে নারীরা ক্যামেরার সামনে ক্ল্যাসিক টেক্সট পড়ছেন। | Ad esempio, attualmente il blog ospita una sezione chiamata Actresses Facing the Camera [fr], dove si chiede ad altri vlogger di inviare contributi in cui delle donne leggono testi classici di fronte a una telecamera. |
12 | নিচের উদাহরণটিতে অলিভিয়া গোটানেগ্রি একটি ক্ল্যাসিক টেক্সট পড়ছেন: Durringer Démo by olivia_gotanegre | Nell'esempio seguente, olivia_gotanegre [fr] interpreta un testo: |
13 | বব পুরস্কারের জন্য মনোনীত ভিডিওব্লগ ক্যাটাগরির শেষ মনোনীত ব্লগার হচ্ছেন জার্মানীর মার্ফিন ডাফি বোটলপট সাইটটির জন্য। এই ওয়েবসাইটটিতে তিনি তার ওয়াইনের (মদের) স্বাদ পরীক্ষার ভিডিও আপলোড করেছেন এবং ওয়াইন সংস্কৃতি সম্পর্কে কিছু শিক্ষা দিয়েছেন। | L'ultimo candidato per la categoria videoblogging nei BOBs arriva dalla Germania ed è Marlene Duffy per Bottleplot [in], sito web dove la vlogger fa degustazione di vini illustrando al contempo la cultura del vino. |
14 | আপনার প্রিয় ভিডিওব্লগটিকে ভোট করতে বব ওয়েবসাইট থেকে ঘুরে আসুন। | Per votare il blog preferito, basta andare sul sito dei BOBs [in]. |
15 | এছাড়া আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে গ্লোবাল ভয়েসেস এর আরেকটি প্রকল্প রাইজিং ভয়েসেসও বব পুরস্কারের জন্য শ্রেষ্ঠ ওয়েবলগ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। | Detto per inciso, siamo lieti di annunciarvi [it] che Rising Voices [in], uno dei progetti paralleli a Global Voices, è stato nominato nella categoria Miglior Blog. |
16 | আপনারা এই মনোনয়নটি দেখুন এবং আমরা আশা করব আপনি আমাদের ভোট করবেন। | Vi invitiamo a dare un'occhiata [in], sperando di meritare il vostro voto! |