Sentence alignment for gv-ben-20130709-37340.xml (html) - gv-ita-20130707-81924.xml (html)

#benita
1মিশরঃ তাহরির স্কয়ারে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধEgitto: contro le violenze sessuali in Piazza Tahrir
2সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে, তাঁর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে কয়েক লক্ষ মিশরিয় নাগরিক বিভিন্ন গণ র‍্যালিতে অংশ নেয়।Milioni di Egiziani si sono riuniti in occasione del primo anniversario dall'elezione dell'ex presidente Mohamed Morsi [it] per protestare contro il suo governo e chiederne le dimissioni.
3মিশরিয় বিপ্লবের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কয়ার আবার পূর্ণ হতে শুরু করে। সেখানে যৌন হয়রানি দমন গ্রুপগুলো নারী প্রতিবাদকারীদের প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচল হয়ে উঠেছে।Mentre Piazza Tahrir, l'epicentro della rivoluzione egiziana nel cuore del Cairo, iniziava a riempirsi, alcuni gruppi di protesta contro le molestie sessuali si sono organizzati per scendere in campo contro la violenza sessuale perpetrata ai danni delle manifestanti.
4আগের গণ র‍্যালিগুলোতে, বিশেষকরে তাহরির স্কয়ারে, দাঙ্গাকারী জনতার দ্বারা নারীদের প্রতি যৌন আক্রমণ হতে দেখা যায়।Le violenze sessuali di gruppo iniziate già durante le manifestazioni precedenti sono in aumento, in particolare in Piazza Tahrir.
5অপারেশন এ্যান্টি সেক্সুয়াল হ্যারেসমেন্ট/ এ্যাসল্ট (অপএ্যান্টএসএইচ) - এর অনুমোদিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ৩০ জুন তারিখে অর্থাৎ প্রতিবাদের প্রথম দিনেই ৪৬ টি প্রচন্ড যৌন আক্রমনের ঘটনা সম্পর্কে রিপোর্ট করা হয়েছে।In un comunicato stampa [en, come i link a seguire tranne ove diversamente indicato] di OpAntiSH (Operazione contro le aggressioni e le violenze sessuali) sono stati riportati 46 casi di aggressioni sessuali solo il 30 giugno, primo giorno di proteste.
6২০১২ সালের পর দাঙ্গাকারী জনতার দ্বারা যৌন আক্রমণের শিকার যারা, তাঁদের উদ্ধার করতে এবং সহিংসতার রিপোর্টের সংখ্যা বেড়ে যাওয়ার অব্যবহিত পরে স্বাস্থ্য প্রতিবেদন প্রদান করতে অপএ্যান্টএসএইচ প্রতিষ্ঠিত হয়।OpAntiSH è stata fondata alla fine del 2012 per soccorrere le vittime di aggressioni sessuali di gruppo e per dare una risposta al problema sanitario creatosi con l'aumento delle violenze.
7রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য নারীদের অধিকারের মিথ্যা উদ্বেগের সভাপতিত্বকে দায়ী করে ঐ ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় অপএ্যান্টএসএইচ সরকারকে দোষারোপ করেছে।OpAntiSH accusa il governo di non aver reagito a questi incidenti e la presidenza di fingere interesse verso i diritti delle donne unicamente per fini politici.
8তাঁরা আরো লিখেছেঃAggiungono:
9নারী প্রতিবাদকারীদের ওপর যৌন আক্রমণ নিয়ে আন্তরিকতা বৃদ্ধি হচ্ছে সাধারণভাবে সমাজ ও রাষ্ট্র, উভয়ের দ্বারা অপরাধ সাধন, নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিফলন, যা সর্বসাধারণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।L'aumento della gravità delle aggressioni sessuali a danno delle manifestanti riflette l'aumento della violenza sessuale contro le donne in generale, perpetrata sia dalla società che dallo Stato, cosa che ha un impatto negativo sulla partecipazione delle donne nella sfera pubblica.
10হিউমেন রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) যৌন সহিংসতার দিকে সকল রাজনৈতিক দলের শৈথিল্যের নিন্দা করে একটি বক্তব্য প্রদান করেছে।Human Rights Watch (HRW) ha pubblicato un comunicato che condanna il lassismo di tutti i partiti nei confronti della violenza sessuale.
11এইচআরডব্লিউয়ের জো স্টোর্ক বলেছেন, “মিশরের নারীরা জনসম্মুখে প্রতিনিয়ত যেসব সহিংসতার মুখোমুখি হচ্ছে, তাঁর বিরুদ্ধে সরকার এবং সকল রাজনৈতিক দলগুলো দৃঢ়ভাবে বাঁধা দানের ব্যর্থতার কারনেই তাহরির স্কয়ারে প্রতিবাদের সময় অনিয়ন্ত্রিত যৌন আক্রমণের ঘটনা ঘটছে, যা তাঁদের সকলের চোখের সামনে তুলে ধরছে”।“Le aggressioni sessuali incontrollate durante le proteste di Piazza Tahrir evidenziano il fallimento del governo e di tutti i partiti politici nell'affrontare la violenza che le donne egiziane subiscono ogni giorno negli spazi pubblici”, afferma Joe Stork di HRW.
12তাঁরা আক্রমণের শিকার নারীদের সাক্ষ্য প্রমাণসহ “মিশরঃ যৌন সহিংসতার মহামারী” শিরোনামে একটি ভিডিও তৈরি করেছেন।Human Rights Watch ha anche pubblicato un video intitolato “Egitto: epidemia di violenza sessuale”, in cui le vittime testimoniano le violenze subite.
13বিভিন্ন শাসনতন্ত্রের দ্বারা যৌন সহিংসতার সুব্যবস্থিত ব্যবহার সকলের সামনে তুলে ধরার একটি প্রচেষ্টাতেঃ সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, দ্য সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোরসেস (এসসিএএফ) এবং দ্য মুসলিম ব্রাদারহুডকে নিয়ে রাইটস গ্রুপ “সুব্যবস্থিত যৌন নির্যাতনঃ মোবারক এবং এসসিএএফ থেকে মুসলিম ব্রাদারহুড” শিরোনামে একটি ভিডিও তৈরি করেছে।Nello sforzo di mettere in evidenza l'uso sistematico della violenza sessuale da parte di diversi regimi (il vecchio presidente Hosni Mubarak [it], il Consiglio Supremo delle Forze Armate - SCAF - [it] e i Fratelli Musulmani [it]), alcuni gruppi di difesa dei diritti umani hanno pubblicato un video intitolato “La tortura sessuale è sistematica: da Mubarak alla SCAF fino ai Fratelli Musulmani”.
14রাইটস গ্রুপের একটি যৌথ লিখিত বিবৃতি অনুযায়ীঃUn comunicato congiunto di questi gruppi dice:
15স্বীকারোক্তি অথবা তথ্য বের করে আনার লক্ষ্যে যৌন নির্যাতন করা হয়নি, বরং অপদস্থ করতে, ভয় দেখাতে এবং ভিন্নমতাবলম্বীদের চুপ করাতে যৌন নির্যাতন করা হয়।Lo scopo della tortura sessuale non è quello di estorcere confessioni o informazioni; è quello di umiliare, terrorizzare e mettere a tacere le voci del dissenso.
16নারী এবং পুরুষ, তরুণ অথবা বৃদ্ধের মাঝে ভেদাভেদ রেখে যৌন নির্যাতন করা হয়নি।La tortura sessuale non fa discriminazioni fra uomini e donne, vecchi e giovani.
17বিভিন্ন জায়গায় এটি সংঘটিত হয়েছে, দেশের জেল ও পুলিশ সেলের দেয়ালের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় এটি সংঘটিত হয়েছে।Accade in molti luoghi, sia dentro che fuori le mura delle prigioni e dei commissariati di polizia del paese.
18এমনকি হাই কোর্টের দালানের ভিতরেও যৌন নির্যাতন ঘটেছে। যেখানে আহমেদ তাহাকে ধর্ষন করা হয়েছে তা বিচারপতিদের থেকে সামান্য কয়েক মিটার দূরত্বে, যেখানে তাঁর অধিকারগুলো সুরক্ষিত থাকবে বলে ধরে নেওয়া হয়েছে।La tortura sessuale ha persino raggiunto il palazzo dell'Alta Corte, dove Ahmed Taha è stato stuprato a qualche metro soltanto dai giudici che avrebbero dovuto proteggere i suoi diritti.
19সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যৌন নির্যাতনের রিপোর্টগুলো ক্রুদ্ধ প্রতিক্রিয়ার প্রকাশ ঘটিয়েছে। এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকার প্রকাশ্য নিন্দা জানিয়েছে স্বক্রিয় প্রতিবাদকারীরা।I racconti delle aggressioni sessuali hanno scatenato reazioni di rabbia sui social media e gli attivisti hanno denunciato il silenzio del governo e dei gruppi politici sulla questione.
20রাজনৈতিক উদ্বেগ বাড়ার সাথে সাথে তাহরির স্কয়ারের ভাবমূর্তি কলঙ্কিত করতে এবং প্রতিবাদকারীদের অবৈধভাবে জাত বলে প্রমাণ করতে, কয়েকজন সদস্য এবং প্রতিবাদকারী যৌন আক্রমণের রিপোর্টগুলো ব্যবহার করেছে।Con l'aumentare della tensione politica alcuni membri e sostenitori [del regime] hanno utilizzato i reportage delle violenze per danneggiare l'immagine di Piazza Tahrir e delegittimare i manifestanti.
21তাহরিরে অংশগ্রহনের একটি আমন্ত্রনের উত্তরে দ্য মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র জেহাদ এল হাদ্দাদ বলেছেনঃIl portavoce dei Fratelli Musulmani Gehad El Haddad ha risposto così ad un invito ad andare in Piazza Tahrir:
22@জেলহাদ্দাদঃ এটি একটি দয়া দেখানো যে #তাহরির স্কয়ার কতোটা নিচে নেমে গেছে।@gelhaddad: È un peccato vedere come Piazza #Tahrir sia scesa così in basso.
23৭টি গনধর্ষনের ঘটনা, কয়েক ডজন যৌন হয়রানি এবং চুরির ঘটনা, …7 casi di stupro di gruppo, decine di molestie sessuali e furti…
24নারীদের রাজনৈতিক অংশগ্রহনকে প্রতিহত করতে এবং নারীদের হয়রানি করতে গুন্ডা পাঠানো হয়েছে বলে কয়েকজন প্রতিবাদকারী দ্য মুসলিম ব্রাদারহুডকে সরাসরি দোষারোপ করেছে।Mentre alcuni attivisti accusano direttamente i Fratelli Musulmani di mandare dei delinquenti ad aggredire le donne per limitare la loro partecipazione politica, altri dissentono, sostenendo che il problema sia più complesso.
25অন্যান্যরা তাতে অসম্মতি প্রকাশ করে বিতর্ক করেছে যে সমস্যাটি আরো জটিল হয়ে যাচ্ছে।
26মোস্তফা বাহগাত ক্ষমতাসীন ও বিরোধীদল এবং বিপ্লবী বাহিনী [আরবি], উভয়কে নির্দেশ করে তাঁর সমালোচনাপূর্ণ একটি নোট ফেসবুকে শেয়ার করেছেনঃL'attivista Mostafa Bahgat ha pubblicato una nota [ar] su Facebook, dirigendo le sue critiche a entrambi lo Stato e le forze rivoluzionarie e di opposizione:
27প্রকৃত সমস্যা হচ্ছে তাঁরা নারীদের সমস্যা দেখতে পায় না এবং যদিও বা দেখতে পায়, তা কেবল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য।Il punto è che non vedono i problemi delle donne e se lo fanno è per un ritorno personale o politico.
28যতক্ষণ না “আমাদের ক্যাম্প” সত্যতা স্বীকার করে নেবে যে ঐ ঘটনাগুলো সংঘটিত হয় এবং প্রমাণ সহকারে বিশ্বাস করবে যে ক্ষমতার যুদ্ধের মতো নারীদের সমস্যাগুলোও সমান গুরুত্বপূর্ণ, ততক্ষণ আমরা একই অবস্থানে থাকবো।La situazione rimarrà la stessa finché “i nostri” non riconosceranno che questi incidenti accadono davvero e non si convinceranno che i problemi delle donne sono tanto importanti quanto la lotta per il potere.
29যৌন সহিংসতার ওপর খবর শেয়ার করতে গিয়ে স্বক্রিয় প্রতিবাদকারী এনজি ঘোজলান যে উভয়সংকটে পরেছেন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেনঃL'attivista Engy Ghozlan riflette [ar] sul dilemma riguardante la condivisione delle notizie di violenze sessuali:
30আজ তাহরির স্কয়ারে মেয়েদের ওপর দাঙ্গাকারি জনতা কর্তৃক আক্রমণের ৪৪ টি ঘটনা ঘটেছে। দূর্ভাগ্যবশত আমরা দু'টি দলের মধ্যে আটকে আছি।Oggi ci sono stati 44 casi di aggressioni di gruppo a danno di alcune ragazze in Piazza Tahrir.
31একটি দল এসব ঘটনার মুখোমুখি হতে ভয় পাচ্ছে যেন তাঁদের উদ্দেশ্য কলঙ্কিত না হয়। অন্য দলটি বিপক্ষ দলকে বদনাম করতে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে।Sfortunatamente siamo tra due fuochi: una parte ha paura di affrontare gli incidenti per non danneggiare la propria causa, l'altra approfitta della situazione per diffamare la prima.
32সবশেষে মুক্ত স্বাধীন ৪৪ জন মানুষ আজ সুন্দর মানুষদের দ্বারা সহিংস আক্রমণের শিকার হয়েছেন।Alla fine, oggi i corpi di 44 esseri umani sono stati violati da della “bella gente”.
33এখানে ধর্ষনের কোন বিপ্লব নেই।Non c'è rivoluzione con lo stupro.
34সহিংসতার শিকার যারা, তাঁদের নিয়ে কোন বিপ্লব নেই।Non c'è rivoluzione con i corpi violati.
35রাস্তাঘাটে হয়রানি এবং আক্রমণ বাঁধা দিতে বেশকিছু উদ্বোগ নেওয়া হয়েছে, যেমন তাহরির বডিগার্ডস, ইমপ্রিন্ট মুভমেন্ট এবং অন্যান্য।Un numero crescente di iniziative sta combattendo le molestie e le aggressioni di strada, come Tahrir Bodyguards [ar], Imprint Movement [ar] e altri.
36“ক্ষমা নয়” শিরোনামে একটি পোস্টে ইয়াসমিন এলরিফি এই উদ্বোগের একটি অংশ হিসেবে তাঁর চিন্তা ধারনা শেয়ার করে বলেছেনঃYasmin ElRifae ha pubblicato il suo pensiero riguardo queste iniziative in un post intitolato “No Apologies” [Niente Scuse]:
37আমি সেসব নারী ও পুরুষদের দ্বারা উত্সাহিত হয়েছি যারা সব সময় এই যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে আসছে। আবার তাদের মানসিক এবং শারীরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং যারা সৃজনশীল, করিত্কর্মা এবং স্বজ্ঞাত।Sono immensamente incoraggiata dagli uomini e le donne che giorno dopo giorno lasciano tutto per combattere queste aggressioni sessuali, rischiando la loro sicurezza psicologica e fisica ed agendo con creatività, ingegno ed intuito.
38আমি আশা করি যে অনেক লোক আছেন যারা রাষ্ট্রপতির বা একটি সরকারের পতন দাবি করে সামাজিক পরিবর্তনের প্রক্রিয়াকে আরও বহুমুখী, আরো জটিল এবং আরো কঠিন করে দেখতে চান।Spero che la gente capisca che il processo del cambiamento sociale ha molte facce, ed è più complesso e più difficile della richiesta di dimissioni al presidente o al governo.