# | ben | ita |
---|
1 | ভিডিও: একজন অন্ধ ব্যক্তির প্রতিদিনের জীবন | Video: un giorno nella vita di una persona non vedente |
2 | টমি এডিসন একজন জন্মান্ধ ব্যক্তি। ইউটিউবের ভিডিওর মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছে, কি ভাবে তিনি তাঁর সীমাবদ্ধতা, যেমন টাকা, এটিএম কার্ড, ডিভিডি প্লেয়ার ব্যবহার এবং রাস্তা পারাপারের মত চ্যালেঞ্জের মোকাবেলা করেন। | Tommy Edison è cieco dalla nascita, utilizzando dei video su YouTube [en, come tutti i link salvo ove diversamente indicato] ci svela come affronta determinate situazioni apparentemente semplici ma che per lui si trasformano in sfide vere e proprie, ad esempio l'uso della cartamoneta, del bancomat, del lettore DVD e quando deve attraversare la strada. |
3 | এ ছাড়াও তিনি এক চলচ্চিত্র সমালোচক। তাঁর হাস্যরসাত্মক সমালোচনা আমাদের সামনে তুলে ধরছে, কি ভাবে একজন অন্ধ ব্যক্তি জীবনকে উপভোগ করে। | Ma Tommy è anche critico cinematografico e le sue recensioni ricche di umorismo ci danno un'idea di come vive il quotidiano la persona non vedente. |
4 | ব্রেইল পদ্ধতি ছবি রালফ আইচিঙ্গারের সিসিবাই | Una pagina braille di Ralph Aichinger CCBy |
5 | তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে, তিনি আমাদের জানাচ্ছেন, কি ভাবে তিনি শহরের ব্যস্ত রাস্তা পার হন। | |
6 | তাঁর কাছে এক শব্দ সঙ্কেত যন্ত্র রয়েছে যা তাকে জানাতে থাকে কখন রাস্তা পার হওয়া নিরাপদ এবং অন্য ক্ষেত্রে তাকে এই শব্দ সঙ্কেতের মাধ্যমে রাস্তার যান চলাচলের অবস্থা বুঝে নিতে হয়, এবং তারপর তাকে রাস্তা পার হতে হয়, যা তাঁর ভাষায়, এক ভয়াবহ অভিজ্ঞতা: | Nel suo ultimo video, ci mostra la difficoltà di attraversare una strada piuttosto trafficata: nel primo caso c'è un dispositivo acustico che gli dice quando l'attraversamento pedonale è sicuro, nel secondo deve ricostruire le dinamiche del traffico attraverso i suoni e intuire quando può passare. |
7 | এডিসন একই সাথে একজন চলচ্চিত্র সমালোচক। | Un'esperienza che spaventa, ammette: |
8 | তিনি মূলত কাহিনীর চরিত্র, সঙ্গীত এবং গল্পের উপর মনোযোগ প্রদান করেন। | Nelle recensioni cinematografiche il sig. |
9 | তাঁর বর্ণনার মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে, এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যে, কিভাবে একজন অন্ধ ব্যক্তি ভিজুয়াল মিডিয়ামে ( যা মূলত দেখার মাধ্যম) কাজ করতে সক্ষম। | Edison mette a fuoco soprattutto i personaggi, il dialogo, la musica e la trama e attraverso il suo racconto capiamo in che modo una persona non vedente percepisce del materiale visivo. |
10 | এই ভিডিও পর্যালোচনায় কিছু অংশ রয়েছে যেখানে সবকিছু কালো হয়ে যায়, কিন্তু সে সময় ভিডিওর শব্দ চলতে থাকে, যা এর দর্শকদের বুঝতে সাহায্য করে, অন্ধ ব্যক্তিরা কি ভাবে চলচ্চিত্রের স্বাদ উপভোগ করে। | Nel filmato che segue ci sono dei punti in cui lo schermo diventa scuro mentre l'audio prosegue normalmente, per far capire allo spettatore come funziona un film per chi è cieco. |
11 | পরবর্তী ভিডিওটি জটিলতা ছাড়াই এক্সম্যান: ফার্স্ট ক্লাশ নামক চলচ্চিত্রের পর্যালোচনা। | Il video, che non svela nulla del film, è la sua recensione di X-Men: l'inizio. |
12 | চলচ্চিত্র পর্যালোচনার জন্য টমি এডিস সিনেমা হলে যান। কিন্তু তিনি সাধারণত বাসায় ডিভিডিতে ছবি দেখেন (মানে শুনে থাকেন)। | Di solito Tommy Edison va al cinema per vedere i film che poi recensisce ma li guarda anche a casa in DVD. |
13 | তবে তিনি যে ডিভিডি প্লেয়ার কিনেছেন তা চালানো্র পদ্ধতি তার কাছে খানিকটা জটিল মনে হয়। | Però installare un lettore DVD che gli è stato venduto come un prodotto facile da utilizzare si rivela più complicato del previsto. |
14 | যদিও প্লেয়ারে বিশ্বের কয়েকটি ভাষায় ডিভিডি প্লেয়ারে চালানোর নির্দেশিকা রয়েছে, তবে সেখানে অন্ধদের পড়ার জন্য আবিষ্কার করা ব্রেইল পদ্ধতি অর্ন্তুভূক্ত করা হয়নি। | Innanzitutto le istruzioni sono disponibili in molte lingue ma non in Braille [it] perciò capire come funziona è un'impresa. |
15 | যার ফলে এই নতুন যন্ত্র ব্যবহার করা তাঁর কাছে অনেক বেশী চ্যালেঞ্জের বিষয়। | Il prossimo video mostra come tutto il progresso tecnologico per aiutare chi ha disabilità visive fallisca miseramente con un semplice bancomat. |
16 | পরবর্তী ভিডিওটি দেখাচ্ছে, এমনি যদিও শারিরীক প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তির নির্মাণ করা হচ্ছে, তারপরেও সে সমস্ত তাদের জন্য যথেষ্ট নয়, যেমনটা পরবর্তী এক এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। | E come se l'operazione non fosse già abbastanza complicata grazie alla tecnologia, Tommy deve vedersela anche con la gente che si spazientisce perché ci mette tanto per prelevare da un bancomat concepito per le persone vedenti: |
17 | যদিও প্রযুক্তি এই সমস্ত ব্যক্তিদের জন্য জটিল নয়, সেক্ষেত্রেও টমিকে মানুষের দৃষ্টিভঙ্গিকে মোকাবেলা করতে হয়, বিশেষ করে যখন তারা তাদের ধৈর্য্য হারিয়ে ফেলে, কারণ সাধারণ নাগরিক জন্য তৈরি এটিএম বুথ বা টাকা তোলার যন্ত্র থেকে টাকা তুলতে টমির খানিকটা বেশী সময় লাগে। | Quando Tommy ha finalmente i soldi in mano la situazione non migliora perché l'uso delle banconote per una persona non vedente implica un bel po' di organizzazione e totale fiducia nell'onestà degli altri quando gli danno il resto, negli Stati Uniti una persona non vedente non ha modo di distinguere il taglio dei biglietti: Il sig. |
18 | যখন টমির হাতে টাকা চলে আসে, তখন কি সব সমস্যার সমাধান ঘটে? টাকার ব্যবহারও তার জন্য সহজ নয়, এর জন্য তাকে অনেক গুলো প্রক্রিয়া সম্পন্ন করতে এবং বিশ্বাস অর্জন করতে হয়, যাতে তিনি নিশ্চিত হতে পারে যে তাকে সঠিক পরিমাণ টাকা প্রদান করা হয়েছে। | Edison non è solo nella produzione di video su YouTube, i filmati sono realizzati e prodotti da Ben Churchill e il team è presente in diversi social network dove interagisce con i follower: alcuni hanno lasciato un commento nella pagina segnalando i film da vedere. . |
19 | এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে অন্ধদের জন্য আলাদা বিল তৈরি হয় না, যার ফলে তাদের পক্ষে বিলের পরিমাণ জানার কোন উপায় নেই: | |
20 | আর এই যাত্রায় এডিসন একা নন, বেন চার্চিল নিজের ভিডিও নিজে তৈরি করেন এবং পরিচালনা করেন এবং তাঁর এই দলটি সামাজিক প্রচার মাধ্যমে তাদের বেশ কিছু অনুসারীর সাথে পারস্পরিক যোগাযোগ তৈরি করেছে, উদাহরণ হিসাবে বলা যায়, নাগরিকরা অন্ধ চলচ্চিত্র সমালোচকদের জন্য চলচ্চিত্র বিষয়ক পরামর্শ প্রদান করে তাঁর পাতায় মন্তব্য প্রদান করে। | |
21 | এ ছাড়াও তিনি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে রয়েছেন। | |