Sentence alignment for gv-ben-20140301-41972.xml (html) - gv-ita-20140222-90612.xml (html)

#benita
1ইউক্রেন: “আমার কোলেই মারা গেল এক তরুণ” #ইউরোময়দান
2ইউক্রেনের রাজধানী ক্রিয়েভের গ্লোবাস শপিং স্টোরের ছাদ থেকে নেয়া স্বাধীনতা চত্ত্বরের ছবি (১৯ ফেব্রুয়ারি)।
3ছবি তুলেছেন আনাস্তাশিয়া ভ্লাসোভা।
4স্বত্ত্ব: ডেমোটিক্স। ঘটনা আঠারো ফেব্রুয়ারি, মঙ্গলবারের।Ucraina: “Un ragazzo è morto tra le mie braccia” #EuroMaidan
5সেদিন বিক্ষোভকারীদের সাথে পুলিশের চরম সংঘর্ষ চলছে। গুলিতে মারা গেছেন ২৫ জন।Vista di Piazza Indipendenza dai tetti del centro commerciale Globus a Kiev, Ucraina (19 febbraio) Foto di Anastasia Vlasova © Copyright Demotix
6আর আহত হয়েছেন কয়েক হাজার প্রতিবাদী জনতা। সেই দিন ইউক্রেনের কিয়েভের এক শিক্ষার্থী সকাল থেকে মধ্য রাত পর্যন্ত টু্‌ইটারের মাধ্যমে তুলে ধরেন ঘটনার জলজ্যান্ত চিত্র।Una studentessa di Kiev, Ucraina, ha raccontato su Twitter, dalla mattina fino a oltre mezzanotte, una giornata di violenti testa a testa [en] tra i manifestanti e la polizia, che ha portato a 25 morti e a centinaia di feriti.
7এই দিন ইউক্রেনের সংসদ প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতা কমাতে ব্যর্থ হয়।
8গত তিন মাস ধরে স্বাধীনতা চত্ত্বরের আন্দোলনকারীদের মূল দাবি ছিল এ্টাই। ঘটনার দিন দিন স্বাধীনতা চত্ত্বরেই ছিলেন মিরা_এমপি (@Mira_mp)।Lo scorso 18 febbraio il parlamento ucraino non è riuscito a limitare i poteri del presidente Viktor Yanukovych, il principale bersaglio delle proteste che da tre mesi continuano a Maidan Nezalezhnosti [Piazza indipendenza].
9সেখানে যেসব ঘটনা ঘটেছিল, তার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। তাছাড়া আহতদের সাহায্য করার জন্য সেখান থেকে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন।A seguire è possibile leggere una selezione di tweet dell' utente @Mira_mp [uk, come tutti i link seguenti] che ha assistito in prima persona agli eventi, prima come ribelle in piazza, infine come volontaria in ospedale per aiutare i feriti.
10তিনি সেসব ঘটনা নিয়ে টুইট করেছিলেন।I suoi primi tweet evidenziano l'inizio degli scontri:
11সেখান থেকে কিছু নির্বাচিত টুইট তুলে ধরা হলো।Pare che dovrò respirare altro gas, di nuovo.
12তার প্রথম টুইটেই ফুটে উঠে সংঘর্ষ শুরুর দিকের অবস্থা:A Hrushevskogo [strada dove, un mese fa, ebbero inizio i primi scontri] bruciano, ancora una volta, pneumatici)
13মনে হচ্ছে, গ্যাসের রাজ্যে নিশ্বাস নিয়ে বাঁচতে হবে। রুসেভস্কোগোতে টায়ার জ্বলছে।Al [parco Mariinsky] la gente urla “schiavi!” ai titushki [delinquenti ingaggiati dal governo per colpire ed intimidire i manifestanti] mostrando loro denaro)) questi si imbarazzano e girano la testa da un'altra parte
14(মাস খানেক আগে এখানেই প্রথম সংঘর্ষ হয়েছিল)।Una tenda nel [parco Mariinsky] sta bruciando in questo momento.
15মারিনস্কি পার্কে সমবেত জনতা টিটুস্কিদের (বিক্ষোভকারীদের সাথে লড়তে সরকার এদের ভাড়া করেছে) “দাস” বলে গালি দিচ্ছে, তাদের টাকা দেখাচ্ছে।
16এ ঘটনায় লজ্জা পেয়ে তারা চলে গেছে। মারিনস্কি পার্কে একটি তাঁবু জ্বলছে।In generale, non è ben chiaro cosa stia succedendo, e non c'è quasi ricezione [di cellulari] disponibile.
17সাধারণ জনতা বুঝতে পারছে না এখানে আসলে কী ঘটছে।I tweet seguenti sono inviati mentre si reca verso l'ospedale.
18একটি মাত্র মোবাইল নেটওয়ার্কের সংযোগ রয়েছে। তার পরের টুইট হাসপাতালে রওনা হওয়ার।L'ora indica che ciò è successo dopo che polizia e forze speciali hanno iniziato a reprimere severamente i manifestanti vicino al parlamento.
19সংসদ ভবনের কাছে আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনের পরের ঘটনা এটা।
20আমরা এখন হাসপাতালে যাচ্ছি।Stiamo andando in ospedale.
21বাবা'র দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা মাথায় এবং হাতে আঘাত পেয়েছেন।Due amici di mio padre hanno gravi ferite - alla testa e a un braccio.
22এই বিপ্লব একটি যুদ্ধে পরিণত হচ্ছে।Questa rivoluzione sta diventando una guerra.
23যারা জখম হয়েছেন পুলিশ তাদের গ্রেফতার করতে পারে বলে আশংকা করা হচ্ছে।Ci si preoccupa che la polizia possa arrestare coloro che raccontano di avere delle ferite, e la ragazza scrive:
24তিনি টুইট করেছেন:Forse non dovremmo andare in ospedale.
25আমরা বোধহয় হাসপাতালে যাবো না।Potremmo solo fermarci in farmacia, medicare le ferite e riportarli a casa.
26একটি ঔষধের দোকান আঘাতপ্রাপ্ত স্থানে চিকিত্সাসেবা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম।
27এরপরে ময়দানে ফিরে গিয়ে সংসদের ঘটনার প্রতি নজর দেন।Più tardi, torna a Maidan per seguire gli eventi al parlamento.
28এখন আবার ময়দানে ফিরে এসেছি।Siamo di nuovo a Maidan.
29আশা করি বো দ্রুতই জ্ঞান ফিরে পাবে।Spero che Bo si risvegli, ha una ferita sulla testa.
30সে মাথায় আঘাত পেয়েছে।Stavamo vedendo un programma in collegamento dal [parlamento].
31আমরা সংসদের সরাসরি সম্প্রচার দেখছি। কিছু বৃদ্ধা মহিলা বলছেন: “এরা বদমাইস।Un'anziana donna [dice]: “Sono questi i bastardi per cui i miei vicini hanno votato? oggi per loro saranno guai!”
32আজকে এরা সমস্যায় পড়বে।”Amo questa gente!)
33বৃদ্ধ মহিলাদের খুব পছন্দ হলো।[La gente] segue trasmissioni in tempo reale su Maidan.
34ময়দানে বসে জনতা সরাসরি সম্প্রচার দেখছে।Donne e uomini senza [caschi e altre attrezzature di protezione] non possono entrare.
35যেসব নারী এবং পুরুষ হেলমেট বা অন্যান্য নিরাপত্তামূলক পোশাক পরেননি, তাদের ময়দানে ঢুকতে দেয়া হচ্ছে না।
36সংসদের স্পিকারকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়েছে।Rybak [presidente del parlamento] è stato portato via in ambulanza.
37আন্দোলনকারীদের প্রতিক্রিয়া ছিল: এটা কী অ্যাম্বুলেন্স ছিল তা কে জানে?Reazione dei manifestanti - qualcuno sa che ambulanza era? dovremmo lanciargli [molotov] cocktail!
38আমরা ককটেল নিক্ষেপ করবো!Tre persone [sono state dichiarate] morte.
39তিনজন প্রতিবাদকারী মারা গেছেন।Delle proteste pacifiche si sono trasformate in una guerra.
40একটি শান্তিপূর্ণ আন্দোলন যুদ্ধে রূপ নিলো। বিশেষ নিরাপত্তা বাহিনী বারকুট আমাদের ওপর গুলি চালিয়েছে।Berkut [unità delle forze speciali] spara [verso di noi] e lancia pietre dal Globus [un centro commerciale a Maidan].
41গ্লোবাস থেকে পাথর ছুঁড়েছে। .Un'enorme folla per le strade.
42রাস্তায় প্রচুর মানুষ।La metropolitana è chiusa, molti vanno a Maidan a piedi.
43মেট্রো বন্ধ হয়ে গেছে। মানুষজন হেঁটে ময়দানে আসছেন।Mancano 7 minuti alle 18 [la scadenza stabilita dal governo per far allontanare i manifestanti].
44৬টা বাজতে আর মাত্র ৭ মিনিট বাকি [ময়দান ছাড়তে আন্দোলনকারীদের প্রতি সরকারের বেঁধে দেয়া সময়সীমা]।
45আমি খুব গর্ববোধ করছি যে, কেউ ময়দান ছেড়ে যায়নি!Sono immensamente orgogliosa di tutti coloro che sono rimasti a Maidan!
46এখানে অনেক বয়স্ক লোক এবং নারী রয়েছেন!Qui ci sono molte donne e persone anziane!
47স্পেশাল বাহিনী আক্রমণের কারণে বিভিন্ন দিক থেকে আহত হওয়ার খবর আসছে।Quando le forze speciali cominciano a irrompere a Maidan, si registrano numerosi feriti da entrambe le parti.
48আন্দোলনকারীরা নারী এবং শিশুুদের সংঘর্ষ থেকে বের হয়ে যাওয়ার আহবান জানিয়েছেন ।I manifestanti chiedono a donne e bambini di lasciare il luogo degli scontri.
49আমি বাসায় বসে থাকতে পারছি না।Non posso stare a casa.
50শোভকোভিচার হাসপাতালে যাচ্ছি।Sto andando in ospedale in [via] Shovkovycha.
51আমি বাবা-মা এবং ড্যানের সাথে মিথ্যা বলতে পারবো না। তবে আমি ময়দান থেকেও দূরে থাকতে পারবো না।Non posso dire bugie ai miei e a Dan. Ma non posso neanche stare lontana da Maidan.
52আমি মোবাইল ফোন বন্ধ করে রাখছি।Spengo il cellulare e nessuno [può] chiedere nulla.
53আমাকে কোনো প্রশ্ন করবেন না।Il seguente tweet giunge dall'ospedale.
54তার পরের টুইট ছিল হাসপাতাল থেকে।I medici non dicono niente sulle condizioni di Bo.
55বো'র অবস্থা নিয়ে ডাক্তার কিছুই বলছেন না। আমি টুইটারে আপডেট পড়তে পারছি না।Non posso leggere gli aggiornamenti su [Twitter] e la mia batteria sta morendo.
56আমার ফোনের ব্যটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে।
57দেখা হবে ময়দানে।Ci vediamo.
58আমরা সতের নম্বর হাসপাতালে এসেছি। এখানে অনেক আহত ব্যক্তি এসেছেন।Siamo arrivati all'ospedale 17. C'è un numero enorme di feriti qui!
59যারা সামান্য আহত হয়েছেন, তাদের ঘরে নিয়ে যেতে ক্রিয়েভবাসী এগিয়ে আসুন।Gli abitanti di Kiev portano a casa quelli con ferite meno gravi.
60অনেক অনেক রক্ত আর মৃতদেহ।Tanto sangue e cadaveri.
61এটা আমার জীবনের সবচে' ভয়ের রাত।Questa è la notte più spaventosa della mia vita.
62একজন তরুণের মাথায় এবং পেটে গুলি লেগেছে। সে আমার কোলেই মারা গেল।Un ragazzo ferito alla testa e allo stomaco è morto tra le mie braccia.
63আমি এই রাতের কথা জীবনেও ভুলবো না।Non dimenticherò mai questa notte.
64এই পোস্ট আমাদের ইউক্রেনের #ইউরোময়দান প্রতিবাদের বিশেষ কাভারেজের অংশ। .Questo post è una parte dello speciale sulle proteste in Ucraina #EuroMaidan [en].