# | ben | ita |
---|
1 | বুচুলা ভাষা সংরক্ষণে ঘুম পাড়ানির গান | Ninne nanne per preservare la lingua butchulla |
2 | ফ্রেজার দ্বীপ, ছবিঃ ইভিসি২০০৮। | Isola di Fraser EVC2008. |
3 | সিসি বিওয়াই-এনসি-এনডি ২ দশমিক ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | Foto usata su licenza CC BY-NC-ND 2.0. |
4 | অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত ফ্রেজার দ্বীপে আবিষ্কৃত প্রমাণাদি বলছে, যতটা সম্ভব প্রায় ৫ হাজার বছর আগে সেখানে হয়তোবা কোন আদিবাসী বাসিন্দাদের বসবাস ছিল। | |
5 | প্রথাগতভাবে এই জমির মালিক অর্থাৎ বুচুলা সম্প্রদায়ের মানুষ দ্বীপটির অবিশ্বাস্য প্রাকৃতিক প্রতিবেশের কারণে একে ‘কেগারি' নামে ডাকে, যার অর্থ “জান্নাত দ্বীপ”। | Dei reperti rinvenuti sull'Isola di Fraser in Queensland, Australia, suggeriscono che l'isola possa essere stata abitata da popoli indigeni fin da 5.000 anni fa [it]. |
6 | তবে, উপনিবেশ স্থাপনকারীদের আগমনের পর বুচুলা সম্প্রদায়ের মানুষ বেশ কষ্টের সম্মুখীন হয়েছে। | I proprietari orginari di questa terra, i Butchulla, chiamavano l'isola e il suo incredibile paesaggio naturale K'gari, cioè “paradiso”. |
7 | কেননা এই উপনিবেশ স্থাপনকারীরা শেষ পর্যন্ত বুচুলা সম্প্রদায়কে তাঁদের দেশ থেকে বাস্তুচ্যুত করেছিল। | Tuttavia, il popolo dei Butchulla dovette affrontare gravi difficoltà in seguito all'arrivo dei colonizzatori, che alla fine si impossessarono delle loro terre. |
8 | কুইন্সল্যান্ডে অবস্থিত ফ্রেজার দ্বীপ | Isola di Fraser, Queensland |
9 | সে সময় বুচুলা ভাষাকেও যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয়েছে। | |
10 | বিভিন্ন সরকারী নীতি ও ধর্মপ্রচারকের নানা দল ভাষাটির ব্যবহার নিষিদ্ধ করার কারণে বিংশ শতাব্দীতে ভাষাটি প্রায় বিলুপ্তির পর্যায়ে চলে যায়। | |
11 | বর্তমান সময়ে বুচুলা ভাষাকে নবজীবন দানকারী প্রচেষ্টাকে ধন্যবাদ। ভাষাটি এখন ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। | Grazie agli sforzi di rilancio compiuti oggigiorno dal Butchulla Language Program (Programma per la Lingua Butchulla), l'idioma sta tornando in uso. |
12 | প্রচারাভিযানটি অভিধানের গানের সিডির মতো নতুন নতুন সম্পদ এবং স্থানীয় পাঠাগারগুলোতে ভাষা প্রশিক্ষণ কোর্সের মতো সুসংগঠিত কার্যক্রম প্রতিষ্ঠা করছে। | Il programma ha prodotto nuove risorse, come dizionari [en, come gli altri link, eccetto ove diversamente segnalato] e CD musicali, e ha organizzato attività, come corsi di lingua nelle biblioteche locali. |
13 | এগুলোর সবই তরুণ প্রজন্মকে ভাষাটির প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করছে। | Tutto ciò sta incoraggiando le nuove generazioni a interessarsi alla lingua. |
14 | ডিজিটাল বিভিন্ন প্রচার মাধ্যম এবং ইন্টারনেটও ভাষাটির পুনর্জন্মের প্রচেষ্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। | |
15 | “মাতৃভাষা” নামে এবিসি উন্মুক্ত প্রকল্পের একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের ভিডিও প্রযোজকদের সাথে স্থানীয় সম্প্রদায়গুলোর অংশীদারিত্বের ভিত্তিতে আদিবাসী ভাষাগুলোকে নবজীবন দানকে লক্ষ্য করে বিভিন্ন অংশগ্রহণমূলক ভিডিও তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। | Anche i media digitali e internet stanno giocando un ruolo importante in questi sforzi di rilancio, come parte del progetto aperto “Mother Tongue” (Lingua Madre) dell'ABC, in cui le comunità locali collaborano con alcuni produttori dell'Australia Broadcasting Corporation per creare dei video concentrati sul rilancio dell'idioma aborigeno. |
16 | হার্ভে উপসাগর এলাকায় অবস্থিত কোরাউইঙ্গা আদিবাসী কর্পোরেশনের একজন কমিউনিটি ভাষাতত্ত্ববিদ জয়েস বোনার এবং এবিসি এর উন্মুক্ত প্রযোজক ব্র্যাড মারসেলস এক সাথে এই ধরনের একটি সহযোগিতামূলক ভিডিও তৈরি করেছেন। | |
17 | তারা বোনারের মায়ের গলায় গাওয়া একটি ঐতিহ্যবাহী বুচুলা ঘুমপাড়ানি গান শেয়ার করে এই ভিডিওটি তাঁরা একত্রে তৈরী করেছেন। সৃষ্টিকর্তার দিকে চোখ তুলে তাকাতে দু'টি ছোট ছোট চোখ | Una di questi video ha visto collaborare Joyce Bonner, linguista comunitaria della Korrawinga Aboriginal Corporation (Corporazione Aborigena Korrawinga) nella zona della Baia di Hervey, e il produttore del progetto dell'ABC, Brad Marsellos. |
18 | তাঁর কথা শুনতে দুটি ছোট কান সত্য কথা বলতে একটি ছোট জিহ্বা | Insieme, hanno creato questo video che riproduce una tradizionale ninna nanna butchulla cantata dalla madre della stessa Bonner. |
19 | ঘুমাও ছোট্ট সোনামণি ঘুমাও বুচুলা ভাষার শব্দ ব্যবহার করে শরীরের বিভিন্ন অংশের নাম শেখানোর জন্য আরেকটি ভিডিও তৈরি করতে দলটি সহযোগিতা করেছেঃ | Due occhietti per vedere Dio Due piccole orecchie per sentire le sue parole Una piccola lingua per dire la verità Dormi, bimbo, dormi Dormi, bimbo, dormi Dormi, bimbo, dormi |
20 | এই ভিডিওগুলি বুচুলা ভাষাটি পুনরুজ্জীবিত করার বিভিন্ন কৌশলের একটি অংশ। | Il gruppo ha inoltre collaborato alla produzione di un altro video che insegna i termini Butchulla per indicare le parti del corpo: |
21 | বুচুলা ভাষার উত্স এবং বুচুলা ভাষা প্রকল্পের সাফল্যের জন্য তৈরি করা কৌশল সম্পর্কে এখানে বোনার এর দেয়া একটি সাক্ষাত্কার আপনি পড়তে পারবেন। | Questi video sono parte del piano volto a rilanciare la lingua Butchull. È possibile leggere un'intervista a Bonner qui riguardo le origini e la ricetta per il successo del Programma per la Lingua Butchulla. |