# | ben | ita |
---|
1 | ভেনিজুয়েলা: স্থানীয় নিবার্চন অনলাইনে দেখা | Venezuela: elezioni locali e Internet |
2 | আজকে (নভেম্বর ২৩, ২০০৮) ভেনিজুয়েলা মেয়র আর গভর্ণর নিবার্চনে অংশগ্রহণ করছে। রাজ্য আর মিউনিসিপালিটিগুলো প্রেসিডেন্ট হুগো শাভেজের পক্ষে আছে কি না সেই রাজনৈতিক মানচিত্র আঁকবে এইসব নিবার্চন। | Domenica 23 novembre, il Venezuela è andato alle urne per eleggere sindaci e governatori, ridisegnando così la mappa politica degli stati e delle municipalità schierati o meno con il Presidente Hugo Chávez [it]. |
3 | এই ফলাফল অনেকটা শাভেজের জনপ্রিয়তার উপর নির্ভরশীল আর ঠিক করতে পারে যে উনি আবার সংবিধান সংশোধন করতে চান কি না পুন: নিবার্চন ২০১২ তে করার জন্য। | I risultati sono stati determinati in gran parte dalla sua popolarità, e potrebbero spingerlo nuovamente a tentare la modifica della Costituzione per ricandidarsi alle elezioni del 2012. |
4 | ভেনিজুয়েলার ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা নিবার্চনকে কভার করছেন #২৩এন (নভেম্বর২৩) ট্যাগ ব্যবহার করে। | Molti blogger e utenti di twitter hanno seguito e rilanciato le notizie sulle elezioni usando il tag #23N (23 novembre) - come si può vedere qui [sp]. |
5 | যে কেউ দেখতে পারেন বিভিন্ন টুইটের সংবাদ যারা এই ট্যাগ এরই মধ্যে ব্যবহার করছেন তাদের সৌজন্যে। | Qualche settimana fa, è stata anche lanciata una campagna per incoraggiare gli elettori a votare, e ricorrere ai citizen media per discuterne. |
6 | কয়েক সপ্তাহ আগে, একটা প্রচারণা চালানো হয় মানুষকে উৎসাহ দিতে ভোট দেবার জন্য, আর নিবার্চন নিয়ে কথা বলার জন্য নাগরিক মিডিয়া ব্যবহার করার ব্যাপারে। | |
7 | এই ভিডিওর নাম ”নিজের নেটওয়ার্ক তৈরি করুন” আর এর ভাষান্তর: | Il video che segue è intitolato “Come creare il proprio network”, con relativa traduzione del testo accluso: |
8 | আপনি কি জানেন যে নভেম্বর ২৩ এ আপনি নির্বাচন পর্যবেক্ষক হতে পারেন? | Sapevate che potete fare gli osservatori elettorali il 23 novembre? |
9 | সিএনই (জাতীয় নিবার্চন আদালত) বা অন্য কোন রাজনৈতিক দল থেকে আপনাকে অনুমতি নিতে হবে না। | Non occorre chiedere il permesso al Tribunale Elettorale Nazionale né ad alcun partito politico. |
10 | আপনাকে কোন ফর্ম পুরণ করতে হবে না বা পরিচয়পত্র বহন করতে হবে না। | Non bisogna riempire nessun modulo o avere qualifiche particolari. |
11 | আপনাকে শুধু আপনার বন্ধু, পড়শী, পরিবার আর সহকর্মীদের নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হতে হবে। | Basta semplicemente darsi da fare nella propria rete di amici, conoscenti, familiari e colleghi. |
12 | আপনি যা দেখবেন সেই তথ্য সবাইকে জানান। | Fate circolare le informazioni di cui siete testimoni. |
13 | আপনার সেল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাঠান। | Inviate messaggi dal cellullare o via internet. |
14 | আপনার সেল ফোন, ক্যামেরা, ইন্টারনেট সংযোগ, আপনার ব্লগ ব্যবহার করেন, আর যদি না থাকে তাহলে এটা ভালো সময় আপনার ফেসবুক অ্যকাউন্ট তৈরি করার। | Usate al meglio il cellulare, la macchina fotografica, internet, il blog, e se non ne avete uno è giunto il momento di crearlo, l'acconto su Facebook. |
15 | আপনার নিজের নাগরিক নেটওয়ার্ক তৈরি করুন। | Create la vostra rete di cittadini attivi. |
16 | ভোট দেন আর দেখেন! | Votate e osservate! |
17 | সব ভিডিও দেখার জন্য হেক্টর পালাকিওস এর রায়াস ই পালাব্রাসে যান। হেক্টর ভিডিও প্রচারণার একজন সংগঠক যার সাথে ছিলেন এক্সপ্লিক মি এর কারেলিয়া এস্পিনোজা, পেরিওদিস্মো দে পাজ এর লুইস কার্লোস ডিয়াস, জাপেরোকো এর নাকি সোতো পাররা, নো সুমা চেরো এর ইরায়া পুয়োসা, আর সারকুলেমোসের জগ্রেগ হেনরিকেজ। | Per vedere i video realizzati [sp], visitate il blog di Hector Palacios Rayas y Palabras, che è stato uno degli organizzatori di questa campagna-video, insieme a Karelia Espinoza di Explikme, Luis Carlos Díaz di Periodismo de Paz, Naky Soto Parra di Zaperoco, Iria Puyosa di No Suma Cero e Jogreg Henriquez di Circulemos [tutti blog in spagnolo]. |