# | ben | ita |
---|
1 | চীন: আমি লিউ জিয়ানবিন | Cina: si propaga online la campagna per la libertà dell'attivista Liu Xianbin |
2 | প্রথমত: কে লিউ জিয়ানবিন (劉賢斌)? | Prima di tutto, chi è Liu Xianbin [en] (劉賢斌)? |
3 | ৪২ বছর বয়সী লিউ তার জীবনের এক তৃতীয়াংশ জেলে কাটিয়েছেন। | Liu ha 42 anni e ha trascorso in carcere quasi un terzo della sua vita. |
4 | এখন তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। | E adesso si trova nuovamente in stato di detenzione. |
5 | নীচে তার ছবি: তিনি কি করেছেন? | Ma di quali reati si è macchiato? |
6 | ১৯৮৯ সালে তার বয়স যখন ২০ বছর ছিল, জুনিয়র বিশ্ববিদ্যালয় ছাত্র হিসাবে দুর্নীতি রোধে রাজনৈতিক সংস্কারের দাবি তুলে তিনি বেইজিং এর তিয়েনানমেন স্কয়ারে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহন করেন। | Nel 1989, 20enne studente universitario, Liu ha partecipato al movimento democratico di piazza Tienanmen a Pechino, che chiedeva riforme politiche per fermare la corruzione. |
7 | তবে, সেনার আক্রমণ লিউ এর রাজনৈতিক বিপ্লব থামাতে পারেনি আর অবশেষে তাকে ১৯৯১ সালের ১৫ই এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হয় আর ২. ৬ বছরের সাজা দেয়া হয় ‘রাষ্ট্রদ্রোহ বিদ্রোহ প্রচারণা চালানোর' অপরাধে। | La dura repressione militare non ha fermato Liu nel suo attivismo politico: fu arrestato il 15 aprile 1991 e condannato a due anni e sei mesi di prigione per aver aver partecipato alla “diffusione di propaganda sediziosa anti-rivoluzionaria”. |
8 | ১৯৯৩ সালের অক্টোবরে তিনি মুক্তি পান, গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন চালাতে থাকেন আর এর পর আবার ১৩ বছরের জেল হয় ‘রাষ্ট্রদ্রোহের' অভিযোগে। | Dopo essere stato rilasciato nell'ottobre del 1993 ha continuato a impegnarsi nell'organizzazione di un partito politico democratico ed è stato così condannato nuovamente a 13 anni di carcere con l'accusa di “rivolta contro lo Stato”. |
9 | ২০০৮ সালের নভেম্বর মাসে তিনি আবার মুক্তি পান। | È stato rilasciato nel novembre del 2008. |
10 | লিউ এর স্বাধীনতা মাত্র ২০ মাস স্থায়ী হয়। | La libertà di Liu è durata solamente 20 mesi. |
11 | ২০১০ সালের ২৮শে জুন তাকে সিচুয়ান পুলিশ গ্রেপ্তার করে তার রাজনৈতিক লেখার জন্য। | Il 28 giugno 2010 è stato arrestato dalla polizia della provincia del Sichuan per i suoi scritti a carattere politico. |
12 | ১২ই আগস্ট তার মামলা আদালতে তোলা হয় ‘রাষ্ট্রদ্রোহ প্রচারণার' অভিযোগে। | Il 12 agosto il suo caso è arrivato in tribunale [zh, come tutti gli altri link tranne ove diversamente indicato] con l'accusa di “incitamento alla rivolta contro lo Stato”. |
13 | লিউর প্রতি সমর্থন জানাতে, স্থানীয় আর বিদেশী কর্মীরা জুলাই এর প্রথম দিকে একটা প্রচারণা শুরু করেন ‘আমি লিউ জিয়ানবিন' স্লোগান দিয়ে। | Per mostrare il proprio sostegno a Liu, attivisti locali e all'estero hanno avviato lo scorso luglio una campagna con lo slogan: “Mi chiamo Liu Xianbin [en]”. |
14 | এই পর্যন্ত সংশ্লিষ্ট ১৬ টা দল গঠিত হয়েছে যেমন হংকং দল, শ্যান্ডং দল, আনহুই দল, ইনার মঙ্গোলিয়া দল, গুয়াংজি দল, শাংজি দল ইত্যাদি। | Finora sono stati organizzati 16 gruppi di sostegno, tra cui quello il gruppo di Hong Kong, nello Shandong, ad Anhui, nella Mongolia Interna, nel Guangxi, nello Shaanxi, ecc. |
15 | হুবেই থেকে সামাজিক কর্মী লিউ ফিয়াও ব্যাখ্যা করেছেন কেন তিনি লিউ জিয়ানবিনের পক্ষে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন: | Liu Feiyao, un attivista sociale dello Hubei, spiega perché ha deciso di manifestare a sostegno di Lui Xianbin: |
16 | লিউ জিয়ানবিনের গণতন্ত্র, মানবাধিকার আর স্বপ্নের প্রতি নিষ্ঠার জন্য সম্মান ছাড়াও, সরকার এইবারে আসলেই বেশী বেশী করেছে। | Oltre al nostro rispetto per la devozione di Liu Xianbin nei confronti della democrazia, dei diritti umani e dei sogni, pensiamo che questa volta il governo abbia superato il limite. |
17 | লিউ জিয়ানবেন সবেমাত্র এক বছরের জন্য মুক্ত হয়েছেন আর তিনি তার কর্মী বন্ধু যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের জন্য সমর্থন দেখাচ্ছিলেন। | Liu Xianbin era stato rilasciato da appena un anno e aveva solamente dimostrato il proprio sostegno ai suoi amici attivisti che erano stati arrestati dalla polizia. |
18 | তিনি আর কি করতে পারতেন? | Cos'altro poteva fare? |
19 | কি করে বন্ধুদের জন্য সমর্থন দেখানো ‘রাষ্ট্রদ্রোহ' হতে পারে? | Come può una manifestazione di sostegno essere definita “rivolta contro lo Stato”? |
20 | চীনের প্রধান ধারা আর অনলাইন মিডিয়াতে লিউ জিয়ানবিনের কেস আর প্রচারণার বিষয়ে সকল তথ্য নিষিদ্ধ করা হয়েছে আর সংশ্লিষ্ট দলের কর্মীদের কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। | Le informazioni riguardanti il caso di Liu Xianbin e la campagna a suo sostegno sono state censurate sia sui media tradizionali che online e gli attivisti dei gruppi di sostegno continuano a essere sotto stretto monitoraggio. |
21 | আগস্টের প্রথম থেকে শুরু প্রচারণা চালানোর জন্য কর্মীরা অনশন শুরু করেন আর নীচে লিউ জিয়ানবিনের জীবনদর্শনের উপরে কিছু অনশনকারী কর্মীর মন্তব্য রয়েছে। | All'inizio di agosto, per continuare la loro campagna, gli attivisti hanno iniziato uno sciopero della fame. Nel seguito è riportata una selezione di commenti sulle esperienze di Liu Xianbin che esprimono bene la prospettiva degli attivisti che stanno aderendo allo sciopero della fame. |
22 | সিচুয়ানএর চেন ইউনফে ছিলেন এমন একজন বন্ধু যাকে লিউ সমর্থন করেছিলেন। | Uno degli amici difeso da Liu è stato Chen Yunfei, originario del Sichuan. |
23 | এখন চেন অনশনের মধ্য দিয়ে লিউকে সমর্থন করছেন: | Ora tocca a Chen dare sotegno all'amico: |
24 | জিয়ানবিন তার সাথীদের পালাতে সাহায্য করেছেন কিন্তু নিজে বাঘের মুখে পড়েছেন। | Xianbin ha aiutato i suoi compagni a scappare, ma è caduto nella bocca della Tigre. |
25 | কোথায় আমরা শান্তির ভূমি পেতে পারি? | Dove possiamo trovare una terra in cui vivere in pace? |
26 | চীনের মূল ভূখণ্ড থেকে কে আঘাত না পেয়ে পালাতে পারে? | Chi può evitare di essere ferito in Cina? |
27 | এই সকল কষ্ট শ্রেনী সংগ্রামের' মতাদর্শের আড়ালে শাসক সম্ভ্রান্তদের কাছে ‘রাজনৈতিক নীতির' হারিয়ে যাওয়ার কারনে ঘটছে। | Tutte queste sofferenze sono il risultato della perdita dell'”etica politica” da parte della classe dirigente dominata dall'ideologia della “lotta di classe”. |
28 | তাদের বক্তৃতা আর প্রকাশ থেকে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে ‘বুঝে, খোলাখুলিভাবে অহিংসার মতাদর্শের মধ্যে' যতদিন না ভবিষ্যৎ আসে। | Per permettere ai nostri figli di non essere perseguitati per le loro parole dobbiamo combattere “razionalmente, apertamente sotto il principio della non violenza” fino a quando non arriverà un nuovo domani. |
29 | শাংজি থেকে জু জিয়ানজিয়ং: | Xu Jianxiong dallo Shaanxi: |
30 | Xu Jianxiong from Shaanxi: লিউ জিয়ানবিন আমাদের ভালো সাথী, ভালো চীনা নাগরিক। | Liu Xianbin è un nostro buon compagno, è un buon cittadino cinese. |
31 | তাকে গ্রেপ্তার করা হয়েছে কারন সে ন্যায় আর বিবেককে ছেড়ে দিতে পারেনি। | È stato arrestato perché non poteva tradire i suoi principi di giustizia e la sua coscienza. |
32 | আমাদের সাথীকে যদি মত প্রকাশের জন্য সাজা দেয়া হয়, এই দেশে কি তাহলে ন্যায় বিচার থাকবে? | Se i nostri compagni possono essere perseguiti per le loro parole, la giustizia esiste ancora in questo Paese? |
33 | আমাদের কি এখনো আশা আছে? | Possiamo ancora sperare? |
34 | আমরা সবাই জানি যে স্বাধীনতার আর গণতন্ত্র আসবে না নাগরিকরা যদি পদক্ষেপ না নেয়। | Sappiamo tutti che non otterremo mai la libertà e la democrazia se i cittadini non agiscono. |
35 | এই অনশন দেখানোর জন্য যে আমরা সব সময় ন্যায় বিচার আর বিবেকের সাথে আছি। | Attraverso questo sciopero della fame vogliamo mostrare che noi saremo sempre dalla parte della giustizia e della coscienza. |
36 | আমি আশা করি লিউ জিয়ানবিন মুক্ত হবেন আর শীঘ্র গণতন্ত্র আসবে। | Mi auguro che Liu Xianbin sia liberato e che il nostro Paese si avvicini presto alla democrazia. |
37 | শাংজি থেকে উয়েই কিয়াং: | Wei Qiang dallo Shaanxi: |
38 | আমি লিউ জিয়ানবিন, আমাকে নিশ্বাস নিতে হবে, আমাকে পালাতে হবে! | Io - sono Lui Xianbin, ma il mio nome è Wei Qiang. |
39 | | Questa è una voce, è un ponte che porta all'umanità, una forza per lo sviluppo sociale, un'anelito alla libertà e alla coltivazione spirituale. |
40 | জীবন ধ্বংসকারী খাঁচা আমাকে ভাঙ্গতে হবে। | Io - sono Liu Xianbin, devo respirare, devo correre! |
41 | আমি- লিউ জিয়ানবিন, আমি আলো চাই, আমি স্বাধীনতা চাই। | Devo spezzare queste sbarre che opprimono la mia vita. Io - sono Liu Xianbin, voglio la luce, voglio la libertà. |