Sentence alignment for gv-ben-20150925-50385.xml (html) - gv-ita-20150924-96613.xml (html)

#benita
1বিদায়, ‘অনলাইন'।Global Voices: Addio “Online.”
2সম্ভাষণ, এইচ টি টি পি এস!Benvenuto HTTPS!
3২০১৪ সালের ৭ই নভেম্বর ইথান জুকারম্যান ঘোষণা দেন যে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন।Il 7 novembre 2014 Ethan Zuckerman [en, come gli altri link, eccetto ove diversamente segnalato] ha annunciato che stava per combattere.
4যে ওয়েব ডোমেইনটিকে আমরা ১০ বছর ধরে পাবার আকাঙ্খা করে এসেছি তা যে কেউ নিয়ে নিতে পারে, এবং নরক গুলজার লেগে যাক বা প্রবল জলচ্ছাস যাই হোক না কেন সে এটি জয় করতে যাচ্ছে।Il dominio che per un decennio avevamo tanto desiderato era disponibile ed Ethan, cascasse il mondo, era determinato ad appropriarsene.
5ডোমেইনটি ছিল globalvoices.org, যেটি ২০০৫ সালে সাইটটি চালু করার দিন থেকেই গ্লোবাল ভয়েসেস ওয়েব সাইটের ঠিকানা হিসেবে পরিদর্শনকারীরা তাদের ব্রাউজার-এ দেখতে পেতেন যদি এই পৃথিবীটা সর্বদাই কারো অনুকূলে কাজ করতো।Il dominio in questione era globalvoices.org e, se le cose fossero andate per il verso giusto, sarebbe stato l'indirizzo che i visitatori di Global Voices avrebbero visualizzato sui loro browser dal primo giorno di vita del sito nel 2005.
6কিন্তু তখন এটি অলাভজনক প্রতিষ্ঠান এ্যামেরিকা স্পিক্‌স-এর মালিকানাধিন ছিল, যাকে এটি বিক্রয় করার জন্য প্রভাবিত করা যায় নি।A quell'epoca, tuttavia, il dominio era di proprietà di AmericaSpeaks, organizzazione di impegno civile senza scopo di lucro che si rifiutava di venderlo.
7আমাদের বিকল্প ছিল এই দীর্ঘ, পেল্লায় globalvoicesonline.org, যেটি আমাদের ব্যবসায়িক কার্ডের প্রান্ত ছাড়িয়ে গেলেও এবং এর কারণে কেউ কেউ ‘গ্লোবাল ভয়েসেস অনলাইন' হিসেবে আমাদেরকে উদ্ধৃতি দিলেও আমরা একে ভালবেসে ফেলেছিলাম।L'alternativa era il lungo e ingombrante globalvoicesonline.org, che abbiamo imparato ad amare nonostante fuoriuscisse dai margini dei nostri biglietti da visita e abbia portato alcuni a chiamarci “Global Voices Online”.
8আমাদের অকুতোভয় সহ-প্রতিষ্ঠাতা ইথান, লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।Il nostro intrepido co-fondatore, Ethan, pronto per la battaglia.
9বছরের পর বছর ধরে আমরা আমেরিকাস্পিকস এবং তাদের ঐ ডোমেইন নামের উপর নজর রেখেছি। ২০১৪ সালের শুরুতে, আমরা ১৯ বছর পর আমরা বন্ধ হয়ে যাচ্ছি জানতে পারার পর আমেরিকাস্পিকস এর সম্পত্তি বিক্রয় করে ফেলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সাথে অল্প কয়েকটি আশাপ্রদ কিন্তু পরিশেষে ফলাফলবিহীন আলোচনা করি।Nel corso degli anni abbiamo tenuto d'occhio AmericaSpeaks e il suo dominio, fino a quando, all'inizio del 2014, abbiamo saputo che dopo 19 anni stava chiudendo e abbiamo avuto qualche promettente ma, in definitiva, vana conversazione con gli incaricati alla liquidazione dell'attività di AmericaSpeaks.
10তারপরই ৭ই নভেম্বর ইথানের কাছ থেকে চিরকুটটি আসে যাতে উল্লেখ ছিল যে globalvoices.org বাজারে এসেছে এবং সে এটি পাবার জন্য গোড্যাডি-তে নিলাম যুদ্ধ শুরু করতে যাচ্ছে।Il 7 novembre Ethan ha annunciato che globalvoices.org era di nuovo sul mercato e che stava per lanciarsi in una gara di offerte su GoDaddy per ottenere il dominio.
11আমরা তার সৌভাগ্য কামনা করলাম এবং পরবর্তী কয়েকটি ঘন্টা রুদ্ধশ্বাসে, সফলতার আকাঙ্খায় আঙ্গুল চেপে ধরে, এবং আমাদের নিজস্ব সৌভাগ্যের কবচগুলোকে আঁকড়ে ধরে অপেক্ষা করে থাকলাম।Dopo avergli augurato buona fortuna siamo rimasti in attesa per alcune ore con il fiato sospeso e le dita incrociate, ognuno stringendo il proprio talismano portafortuna.
12সেদিন বিকেল ৬:০৭ ঘটিকায় আমাদের ইনবক্স-এ একটি ইমেইল এসে থামলো যার বিষয় স্থানে লেখা ছিল ‘আমরা পেয়েছি'।Alle 18:07 EDT (24:00 ora italiana) dello stesso giorno abbiamo ricevuto un'e-mail con oggetto “aggiudicato”.
13‘সুতরাং…,' ইথান লিখেছে, ‘আমরা এখন এর গর্বিত মালিক।'“Ebbene…”, scriveva Ethan, “siamo finalmente i proprietari di globalvoices.org”.
14আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস না করতাম তবে কোন সন্দেহ নেই যে এক বোতল স্যাম্পেইন খোলা হতো, কিন্তু এমন কি এই কার্যত জয়ধ্বনিও ছিল কোলাহলপূর্ণ ও সক্রিয় উদ্দীপনাময়।Se non vivessimo tutti sparsi per il mondo, avremmo sicuramente stappato una bottiglia di champagne. Ma anche così, l'esultanza virtuale si è fatta sentire con esuberanza.
15মাত্র কয়েক সপ্তাহ আগে আমরা আমাদের সর্বপ্রথম ব্লগ প্রচারের ১০ বছর পূর্তি করেছি, এবং আমাদের আনুষ্ঠানিক ১০ম জন্মদিবস পালিত হবে আর মাত্র কয়েক সপ্তাহ পর।Poche settimane prima avevamo festeggiato il 10° anniversario del nostro primissimo post su Global Voices, e nel giro di poche settimane avremmo celebrato il nostro 10° anniversario ufficiale.
16পরিশেষে আমাদের সংস্থা ও ডোমেইনের নামগুলোকে যথাযথ বিন্যস্তভাবে হাতে পাবার থেকে ভাল ১০ম জন্মদিনের উপহার আর কি হতে পারে!Non potevamo chiedere regalo migliore: vedere finalmente combaciare alla perfezione i nomi della nostra organizzazione e del nostro dominio!
17একটি নতুন ডোমেইনের অধিকার গ্রহণ করা এক বিষয়-এটিকে আমাদের ৩০টির বেশী একটি আর একটি সাথে সংযুক্ত, বহুভাষাভাষী ওয়ার্ডপ্রেস সাইটের সারিতে এর বাস্তবায়ন করা সম্পূর্ণ অন্য বিষয় ছিল, বিশেষভাবে আমরা এটিকে HTTP থেকে আরও নিরাপত্তাযুক্ত HTTPS স্থানান্তরণের সঙ্গে সমলয়ী করতে পরিকল্পনা করছিলাম, যে পরিবর্তনটি অনেক দিন ধরেই করা হচ্ছিল।Acquisire un nuovo dominio è un conto, implementarlo nella vastità dei nostri oltre 30 siti collegati tra loro sulla nostra piattaforma multilingue WordPress è tutta un'altra cosa, soprattutto se abbinato al passaggio dal protocollo HTTP al più sicuro HTTPS, in programma da molto tempo.
18HTTPS কেন?PERCHÉ HTTPS?
19HTTP এর উপর দিয়ে প্রবাহিত ইন্টারনেট চলাচল সংকেতাবদ্ধ নয়, তার মানে হলো ব্যবহারকারীর তথ্য এবং আচরণ খুব সহজেই ধরে ফেলা যায় এবং অনুসরণ করা যায়।Il traffico internet che viene trasferito attraverso i siti HTTP non è criptato, rendendo quindi facile intercettare e tracciare i dati e il comportamento degli utenti.
20HTTPS এর ক্ষমতা বলেই সংকেতাবদ্ধতা প্রদান করে: বিষয়বস্তুগুলোকে শুধু মাত্র আপনার ব্রাউজারের মাধ্যমেই সংকেত মোচন করা যাবে, এবং আপনার তথ্য আড়িপাতনকারীরা সহজেই দেখাতে, পরিমার্জন এবং অনুলিপি তৈরী করতে পারবে না।Il protocollo HTTPS, invece, fornisce una crittografia che può essere decifrata soltanto dal proprio browser e che impedisce agli intercettatori di visualizzare, modificare o copiare i dati dell'utente.
21বিগত বেশ কয়েকটি মাস ধরে, আমাদের মন্ট্রিল-ভিত্তিক কারিগরি প্রধান জেরেমী ক্লার্ক কার্ল এ্যালেকজান্ডার-এর সহায়তায় এই দুই সম্পর্কহীন কিন্তু আন্তসংযুক্ত প্রক্রিয়াগুলোর জটিলতা ও কৌশলগত দিকগুলো সমাধানের কাজ করে যাচ্ছিলেন।Negli ultimi mesi, il nostro tecnico di Montreal Jeremy Clarke, con l'aiuto di Carl Alexander, ha lavorato per gestire i complessi e intricati elementi di questi due procedimenti, indipendenti ma tra loro interconnessi. Il 15 settembre abbiamo effettuato la migrazione del dominio abilitando il protocollo HTTPS permanente per tutti i nostri principali siti.
22সেপ্টেম্বরের ১৫ তারিখে আমরা ডোমেইন স্থানান্তরের কাজটি শেষ করি, এবং প্রক্রিয়াক্রমে সর্বদাই চালু থাকা HTTPS কে আমাদের প্রধান প্রধান সাইটগুলোতে সক্রিয় করি। https://www.globalvoices.org এখন আমাদের ঠিকানা যেটি আপনারা আমাদের মূল ইংরেজী সাইট, এবং রাইজিং ভয়েসেস-এর মতো সাবডোমেইনগুলো পরিদর্শন করলে আপনাদের ব্রাউজারে দেখতে পাবেন, আমাদের অনুবাদ সাইটগুলোও globalvoices.org বহন করছে।Ora https://www.globalvoices.org è l'indirizzo visualizzato dai browser quando visitate il sito principale di Global Voices in inglese. Anche i sottodomini come Rising Voices (qui la pagina in italiano) e le versioni tradotte figurano sotto l'URL globalvoices.org.
23এই পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্টজন এবং নিকট বন্ধুদের কাছে আরও প্রাণবন্ত ‘এ্যাডভক্স' নামে পরিচিত গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসী-এর পুর্বের ইউআরএল থেকে বিশাল ৯টি অক্ষর ছেটে ফেলা হয়েছে, এবং সেটি এখন সুতনু https://advox.globalvoices.org -এ পরিণত হয়েছে।Parallelamente a questo passaggio, l'URL di Global Voices Advocacy (qui la pagina in italiano), da tempo conosciuto tra i membri e gli amici della community con il più conciso “Advox”, ha subito un drastico taglio di nove caratteri rispetto all'URL precedente, diventando il più snello https://advox.globalvoices.org.
24পরবর্তী সপ্তাহগুলোতে আমরা গর্বের সাথে এ্যাডভক্সকে আমরা আমাদের আনুষ্ঠানিক নাম হিসেবে সাইটির মার্কা ও প্রতীকের মধ্যে ধারণ করবো।Nelle prossime settimane saremo fieri di presentare Advox come nostro nome ufficiale nel logo e marchio del sito.
25এবং আমাদের কাজ এখনও শেষ হয় নি।Il nostro lavoro non termina qui.
26সকল পাতাগুলোকে HTTPS হিসেবে সাজানোর পরও আমরা জানি যে আমাদের সেটআপে থাকা সংকেতলিপির কোন কোন বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে যাতে সর্বশেষ নিরাপত্তা প্রটোকলের অনুবর্তী হওয়া যায়।Pur avendo introdotto il protocollo HTTPS per tutte le pagine, siamo consapevoli di dover ancora lavorare su alcuni aspetti della crittografia della nostra piattaforma per rispettare i più recenti protocolli di sicurezza.
27কিন্তু আমরা এই বড় বড় পদক্ষেপগুলো নিতে পারার জন্য গর্বিত। আমরা ইথান, জেরেমী, এবং কার্লকে এগুলো সম্ভব করে তোলার জন্য করা পরিশ্রমের জন্য সেলুট দেই!Nonostante ciò, siamo orgogliosi di aver fatto questo passo avanti e ringraziamo Ethan, Jeremy e Carl per averlo reso possibile con il loro duro lavoro!