# | ben | ita |
---|
1 | আইভরি কোস্টের আবিদজানে আফ্রিকার প্রথম ওয়েব উৎসব অনুষ্ঠিত হবে | Costa d'Avorio: prima edizione dell'Africa Web Festival nella città di Abidjan |
2 | আইভরি কোস্টের আবিদজানে প্রথম আফ্রিকা ওয়েব উৎসব অনুষ্ঠিত হবে (২৪-২৬ নভেম্বর)। এই উৎসব আফ্রিকার ডিজাইনারদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে। | Il primo Africa Web Festival [fr, come i seguenti], che si svolgerà ad Abidjan, in Costa d'Avorio, dal 24 al 26 novembre, darà la possibilità a tutti i designer africani di partecipare ad un concorso (sarà possibile iscriversi fino al 12 ottobre). |
3 | নিবন্ধন চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। | Siete giornalisti, sviluppatori web, produttori di web tv o di podcast? |
4 | আপনি কি সাংবাদিক, ওয়েব ডেভেলপার, ওয়েব টিভি অথবা পডকাস্ট প্রযোজক? | |
5 | আপনি কি সৃজনশীল ব্যক্তি, উদ্ভাবনী প্রতিভাবান, আপনার কাছে কি নতুন কিছু করার চিন্তা বা আইডিয়া আছে? | |
6 | তাহলে আপনি আফ্রিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ওয়েব উৎসবে প্রতিযোগিতার ৬টি বিভাগে অংশ নিন। | |
7 | বিভাগগুলো হলো: তথ্যচিত্র, ভ্রমণ, গল্প, বিনোদন, শিক্ষা এবং বিজ্ঞাপন। | |
8 | সারাবিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, ওয়েব উদ্যোক্তা, উদ্যোগী তরুণদের মিলনমেলা হলো আফ্রিকার ওয়েব উৎসব। | |
9 | এখানে এসে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করে থাকেন। | Siete creativi, innovativi e avete in mente un'idea o un progetto? |
10 | তাছাড়া ওয়েব ডেভলপমেন্টের সর্বশেষ অবস্থা নিয়েও এখানে আলোচনা করা হয়। | Partecipate alla prima edizione dell'Africa Web Festival in una delle sei categorie in concorso: documentario, turismo, fantascienza, intrattenimento, istruzione, pubblicità e turismo. |
11 | আফ্রিকার ইন্টারনেটের আশাবাদী দিক এবং সমস্যাগুলো নিয়েও বিতর্ক হয়। আর এর ফলে ডিজিটাল বিশ্বে একটা সুন্দর অবস্থান করে নেয়ার দৌড়ে এই মহাদেশ অনেকটা এগিয়ে যাবে। | L'Africa Web Festival è una piattaforma di scambio tra esperti, appassionati di web e neofiti di tutto il mondo, in cui saranno discussi non solo gli attuali sviluppi nel campo del digitale, ma anche le speranze e le sfide del Web in Africa in modo che il continente possa ritagliarsi il proprio spazio nel mondo digitale. |