Sentence alignment for gv-ben-20090806-4783.xml (html) - gv-ita-20090803-6771.xml (html)

#benita
1পুট ইট অন: বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের জন্যে অনলাইনে প্রতিযোগিতা<em>Put it On</em>: opportunità online per il cinema indipendente
2এটি অর্থের বিনিময়ে একটি প্রচারণা। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও ভাষায় যারা চলচ্চিত্র নির্মাণ করে, পুট ইট অন আশা করছে তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে।Questa è una promozione pagata, tramite cui Put it On [in] punta a farsi conoscere da registi di ogni nazionalità e regione del mondo.
3আপনি কি কখনো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার স্বপ্ন দেখেন? এটা আপনার জন্য এক সুযোগ?Hai sempre sognato di studiare alla New York Film Academy [in]?
4আপনি কোথায় বাস করেন, কাজ করেন এবং ছবি বানান, সেটা কোন বিষয় নয়, পুট ইট অন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা আপনাকে সে সুযোগ উপহার দেবে: নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা বৃত্তি রয়েছে, যার জন্য কোন মূল্য প্রদান করতে হবে না এবং সেরা চলচ্চিত্র, শর্ট বা দৃশ্য ও সেরা অভিনেতাকে ৫০০০ আমেরিকান ডলার নগদ প্রদান করা হবে।Questa è la tua opportunità, indipendentemente dal luogo dove vivi, lavori e fai cinema. Il Put it On Picture Show Contest [in] mette in palio ‘solo' questo: una borsa di studio per la New York Film Academy e un premio in contanti di 5.000 dollari per i primi classificati nelle categorie di Miglior Lungometraggio, Miglior Corto, e Migliore Attore/Attrice nella categoria Recitazione.
5দ্বিতীয় সেরা চলচ্চিত্র এবং দৃশ্য পাবে একটি এইচডি প্রজিউমার ডিজিটাল ভিডিও ক্যামেরা।Il secondo premio per il Miglior Lungo e Miglior Corto è una videocamera digitale ad alta definizione Prosumer.
6পুট ইট অন হচ্ছে শিল্পীদের জন্য নতুন এক ওয়েব প্রদর্শনী এবং গ্যালারী সাইট। এটি চার ভাগে বিভক্ত- ফ্যাশন, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্প।Put it On [in] è un nuovissima vetrina e galleria web per artisti che opera in quattro diversi settori: moda, film, musica e arte.
7শিল্পীরা এখানে, এই ভার্চুয়াল জগৎে এক গিগাবাইট জায়গা পাবে, যার জন্য কোন টাকা প্রদান করতে হবে না। তারা এখানে তাদের কাজ পরিদর্শন ও পছন্দ করা দামে বিক্রির ব্যবস্থা করতে পারবে।Gli artisti ricevono gratuitamente 1 GB di memoria virtuale e possono scegliere di consentire il download gratuito del proprio lavoro, oppure di renderlo scaricabile a qualsiasi prezzo vogliano.
8এই সাইট দশটি আলাদা ভাষায় প্রকাশ করা হবে, যা করা হবে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে।Il sito è disponibile in 10 diverse lingue tramite traduzioni automatiche.
9এই প্রতিযোগীতায় যোগ দেবার জন্য আপনি আপনার সেরা ভিডিওটি জমা দিন।Per partecipare al concorso, basta caricare il filmato migliore.
10বিশ্বের যে কোন স্থানের, যে কোন বিষয়ের চলচ্চিত্র জমা দেবার যোগ্য বলে বিবেচিত হবে।I video possono interessare qualsiasi argomento da ogni parte del mondo, essere in lingua originale ma con sottotitoli in inglese obbligatori.
11যে কোন ভাষার ছবিও গ্রহণযোগ্য, কিন্তু তার সাবটাইটেল বা কথোপকথন ছবির নিচে ইংরেজীতে হতে হবে।Si può presentare un film in una sola delle categorie: Miglior Corto oppure Miglior Lungometraggio (più di 45 minuti).
12আপনি যে কোন একটি বিভাগের জন্য কেবল ছবি জমা দিতে পারবেন: সেরা শর্ট অথবা সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের যে কোন একটিতে (চলচ্চিত্রের সময় ৪৫ মিনিটের বেশী হতে হবে)।
13এই প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে পুট ইট অন সাইটে প্রবেশ করুন।Per maggiori dettagli sul concorso, meglio visitare Put it On [in].
14এই প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া শুরু হবে ৩০ জুলাই এবং নভেম্বরের ২৬ তারিখে জমা নেওয়া শেষ হবে।L'iniziativa è partita il 30 luglio e la data ultima per presentare i video sarà il 26 novembre.
15সেরা দশ দৃশ্য এবং ভিডিও বাছাই করা হবে অনলাইন ভোটিং এর মাধ্যমে।I migliori 10 corti e lungometraggi verranno scelti tramite votazione online.
16বিচারকদের মধ্য থাকবেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীর সদস্য এবং পুট ইট অনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ম্যাক্স ফ্রেজার। তারা, ২০১০ সালের জানুয়ারির ৭ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।Una giuria di esperti - compreso un membro della New York Film Academy - assieme a Max Fraser, co-fondatore di Put it On, annunceranno i vincitori il 7 gennaio 2010.
17জমা দেওয়া সকল ছবি থেকে আলাদা ভাবে যাচাই বাছাই করে বিচারকরা সেরা অভিনেতা বাছাই করবেন।Il premio per il Migliore Attore/Attrice protagonista verrà deciso separatamente dai giudici scegliendo fra tutte le opere presentate.