# | ben | ita |
---|
1 | ল্যাটিন আমেরিকায় ক্রাউডসোর্সিং সংক্রান্ত নির্দেশিকা | America Latina: cittadini attivi e partecipi grazie al crowdsourcing |
2 | ক্রাউডসোর্সিং বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে “গণ সম্পৃক্ততা,” অর্থাৎ এর মাধ্যমে যে কেউ ইন্টারনেট ব্যবহার করে জনকল্যাণের উদ্দেশ্যে বিষয়বস্তু তৈরি করতে পারে। | Il crowdsourcing [it] permette che chiunque abbia una connessione a internet possa condividere contenuti utili per il suo ambiente o gruppo locale. |
3 | ল্যাটিন আমেরিকায় সম্প্রতি উল্লেখযোগ্য হারে ক্রাউডসোর্সিং কর্মকান্ড হচ্ছে যেগুলো এই মহাদেশের বিভিন্ন জরুরী অবস্থা মোকাবেলা এবং চাহিদা পূরণে অবদান রাখছে। | In America Latina sono nati molti progetti di crowdsourcing che riguardano le necessità e le emergenze in cui versa il continente, tra queste Heroreports [es, come per i link successivi eccetto ove diversamente indicato], che informa su atti di bontà in Messico, o LluviasVe , per la mappatura delle violente alluvioni in Venezuela. |
4 | উদাহরণস্বরুপ হিরোরিপোর্টস [en], যা মেক্সিকোর অপরের প্রতি অনুগ্রহ করে করা কাজগুলো মানচিত্রে সন্নিবেশ করে এবং লিউভিয়াসভে [en], যা ভেনিজুয়েলায় ঝড়োবৃষ্টির কারণে সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরে। | Il crowdsourcing in America Latina si è trasformato in uno strumento fondamentale per stimolare e dare voce ai cittadini impegnati sul territorio. Il 14 gennaio scorso, Jacinto Lajas ha pubblicato“Una guía del crowdsourcing en Latinoamérica” su Periodismo Ciudadano. |
5 | ক্রাউডসোর্সিং ল্যাটিন আমেরিকায় তথ্য বিকাশে নাগরিকদের অংশগ্রহণের জন্য মৌলিক উপাদান। | Eccone di seguito alcuni utili stralci. Americas Society (AS) [en] è il maggior spazio dedicato all'educazione, il dibattito e il dialogo nelle Americhe. |
6 | ২০১২ সালের ১৪ জানুয়ারি, পিরিওডিসমো সিউডাডানো নামক নাগরিক সাংবাদিকতা সম্পর্কিত ব্লগে এ গাইড টু ক্রাউডসোর্সিং ইন ল্যাটিন আমেরিকা [es] নামে নির্দেশিকাটি প্রকাশ করেন জ্যাকিন্তো লাজাস। নিচে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল ৩. | La sua missione è quella di stimolare la comprensione sui temi di attualità politica, sociale e economica che stanno affrontando l'America Latina, i Caraibi e il Canada, aumentando la presa di coscienza dei cittadini, il rispetto della diversità del patrimonio culturale delle Americhe e dell'importanza dei rapporti tra i vari popoli dell'area. |
7 | ০ স্পেন লাইসেন্সের অধীনে আমরা এটি পুনঃপ্রকাশ করেছি (সিসি বিওয়াই - এনসি ৩. ০)। আমেরিকাস সোসাইটি (এএস) হল আমেরিকায় শিক্ষা, বিতর্ক ও কথোপকথন নিয়ে প্রখ্যাত প্রতিষ্ঠান। | L'organizzazione segue anche i cambiamenti favoriti dalla diffusione delle nuove tecnologie, e in questo ambito viene pubblicata una guida del crowdsourcing in America Latina [en], in cui viene dato risalto a quei progetti lanciati nei diversi Paesi per condividere questi stessi ideali. |
8 | ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান আর কানাডায় বর্তমান রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক ঘটনা, এবং নতুন বিশ্বের সংস্কৃতি ও আমেরিকার বিভিন্ন দেশের লোকের মাঝে আন্তঃসম্পর্কের গুরুত্ব তুলে ধরা এর উদ্দেশ্য। | L'elenco dei progetti avviati illustra come il crowdsourcing si sia trasformato in un efficace strumento di partecipazione cittadina, in ottemperanza alle diverse legislazioni che regolano i vari ambiti, come quello della salute, dei diritti dei consumatori e degli affari sociali in America Latina, una delle regioni del mondo a più alto tasso di diffusione di internet: |
9 | তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে আমেরিকায় প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবর্তনের প্রভাব এবং এ গাইড টু ক্রাউডসোর্সিং ইন ল্যাটিন আমেরিকা- এর প্রকাশ, যেখানে ঐ অঞ্চলের বিভিন্ন দেশে এ সংক্রান্ত উদ্যোগগুলোকে তুলে ধরা হয়েছে। | El número de usuarios de Internet creció a 112 millones en enero de 2011 -un aumento del 15 por ciento respecto al año anterior. En Brasil, Colombia, México y Venezuela, las tasas de crecimiento del uso de Internet aumentaron en un 20 por ciento o más durante el mismo período. |
10 | ঐ ক্রাউডসোর্সিং উদ্যোগগুলোর ভূমিকায় বিশ্বের অন্যতম বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী অঞ্চল ল্যাটিন আমেরিকায় আইন, জনস্বাস্থ্য, ভোক্তাধিকার এবং সামাজিক ঘটনায় নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে গণসম্পৃক্ততার জনপ্রিয়তার কথা ব্যাখ্যা করা হয়েছে: | También va en aumento es el uso del teléfono de última generación: en 2011, uno de cada cinco teléfonos celulares vendidos en América Latina fue un smartphone y, en 2010, las ventas de estos teléfonos en la región aumentaron en un 117 por ciento. |
11 | জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে ১১২ মিলিয়ন হয়েছে- যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। | Con un mayor acceso a Internet, más latinoamericanos están utilizando las redes sociales: 114.500.000 personas utilizaban sitios como Facebook y Twitter en junio de 2011. |
12 | ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, এবং ভেনিজুয়েলায় ইন্টারনেট ব্যবহার ২০ শতাংশ বেড়েছে। | Il numero di utenti di internet è arrivato ai 112 milioni nel gennaio del 2011 - con una crescita del 15 per cento rispetto all'anno precedente. |
13 | এছাড়া ২০১১ সালে উন্নত প্রযুক্তির ফোন ব্যবহার বেড়েছে গেছে, ল্যাটিন আমেরিকায় প্রতি পাঁচটি বিক্রীত মোবাইল ফোনের মধ্যে একটি স্মার্টফোন। | In Brasile, Colombia, Messico e Venezuela, l'uso di internet è aumentato del 20 per cento o più nello stesso periodo. |
14 | এবং ২০১০ সালে এই ফোনের ব্যবহার বেড়েছে ১১৭ শতাংশ। ইন্টারনেটের বহুল ব্যবহারের ফলে বহু ল্যাটিন আমেরিকান সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেঃ ২০১১ সালের জুনে ১১৪. | Sta aumentando anche l'uso dei telefoni di ultima generazione: nel 2011, uno ogni cinque cellulari venduti in America Latina è stato uno smartphone, e nel 2010 tale quota è aumentata del 117 per cento. |
15 | ৫ মিলিয়ন লোক ফেসবুক ও টুইটারের মত ওয়েবসাইট ব্যবহার করেছে। একটি প্রতিশ্রুতিমূলক ভবিষ্যৎ নির্দেশ করে এটি। | Grazie al maggior accesso a internet, sale anche il numero dei cittadini che usano le reti sociali: nel giugno 2011, 114.500.000 persone ricorrevano a siti come Facebook e Twitter. |
16 | যেমন জনপ্রিয় হচ্ছে এই উদ্যোগগুলো - ল্যাটিন আমেরিকার উল্লেখযোগ্য ক্রাউডসোর্সিং প্রকল্পের কয়েকটি -এখানে লিপিবদ্ধ আছে। | Un panorama promettente. Così come lo è quello della proliferazione di progetti partecipativi - alcuni già elencati su ‘Periodismo Ciudadano'- nel continente latinoamericano. |
17 | [es] নিচে আপনি গাইডে উল্লেখিত প্রকল্পগুলোর তালিকা পাবেন। | Qui di seguito proponiamo la lista dei progetti presentati dalla guida. |
18 | আপনি আমেরিকাস সোসাইটি এর মূল প্রকাশনায় প্রতিটি প্রকল্পের আরো তথ্য পেতে পারেন।[en]। | Per ulteriori informazioni su ciascun progetto, si veda la pubblicazione originale di Americas Society [en] . |