# | ben | ita |
---|
1 | ক্যাম্বোডিয়ার অন্ধকারের মানচিত্র | Cambogia: mappatura dei blackout |
2 | নমপেন ভিত্তিক এক ক্রাউডসোর্সিং উদ্যোগ, নমপেন এবং ক্যাম্বোডিয়ার অন্যান্য এলাকায় নিয়মিত ভাবে বিদ্যুৎ না থাকার বিষয়টি নিয়ে এক মানচিত্র প্রস্তুত করেছে। | Urban Voice, un'iniziativa crowdsourcing con sede a Phnom Penh, ha localizzato [en, come i link seguenti] i blackout che sono diventati frequenti nella capitale e in altre parti della Cambogia. |
3 | আরবাব ভয়েস বিগত দুই মাস ধরে বিদ্যুৎ না থাকার ১১০ টি রিপোর্ট গ্রহণ করেছে, আর দেশটির কোন কোন অঞ্চলে দিনে দশ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকার মত ঘটনাও ঘটেছে। | Negli ultimi due mesi, Urban Voice ha ricevuto più di 110 segnalazioni di interruzioni di corrente che, in alcuni quartieri, sono durate fino a 10 ore. |
4 | ২২ মে তারিখে দক্ষিণ ভিয়েতনামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় নমপেন একেবারে অন্ধকারে ডুবে যায়। | Lo scorso 22 Maggio, un guasto alla linea elettrica nel sud del Vietnam ha lasciato Phnom Penh al buio. |
5 | ক্যাম্বোডিয়ার ৪০ শতাংশ বিদ্যুৎ আসে ভিয়েতনাম থেকে। ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটনা দেশটির অনলাইনে জাতীয় বিদ্যুৎ পরিস্থিতির নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। | Il Vietnam fornisce alla Cambogia circa il 40 per cento della sua elettricità, e l'imponente blackout ha acceso un dibattito in rete sulla situazione energetica del paese. |
6 | নাগরিকরা সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ না থাকার ঘটনার ব্যাখ্যা দাবি করেছে। | I cittadini chiedono spiegazioni sui ricorrenti blackout degli ultimi mesi. |
7 | সে দিন যদিও রাত আটটার সময় বিদ্যুৎ চলে আসে, তারপরেও নমপেনের বাসিন্দারা ছিল ক্ষুদ্ধ। | Anche se l'elettricità è tornata alle 8 di sera circa, i residenti di Phnom Penh rimangono sconcertati. |
8 | বিদ্যুতের এই আসা যাওয়ার স্থিরতা না থাকার কারণে তাদের এক সামাজিক-অর্থনৈতিক মূল্য প্রদান করতে হচ্ছে। | Al massiccio blackout è seguito un mese di brusche interruzioni di corrente in città che hanno provocato costi socio-economici molto elevati a causa della loro imprevedibilità. |
9 | ক্যাম্বোডিয়ার নমপেনে ব্লাকআউট মানচিত্র, ছবি আরবান ভয়েস-এর। | Mappatura dei blackout a Phnom Penh, in Cambogia. Immagine tratta da Urban Voice |
10 | আরবান ভয়েসে-এর মাই সোভান্না দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেকট্রিসিটে দু কম্বোজ-এর মানচিত্রের ফলাফল উপস্থাপন করেছে : | My Sovann di Urban Voice ha sottoposto i risultati della mappatura a Electricité du Cambodge, il fornitore di energia elettrica del paese: |
11 | এখানে এক কথায় বলা যায়, ঘটনাটি দেশে কেবল বিদ্যুৎ না থাকার বিষয় নয়, বিদ্যুতের আসা যাওয়ার বিষয়ে কোন ধারণা না থাকা। | La questione più importante non è tanto il verificarsi dei blackout ma la loro imprevedibilità. |
12 | কখন, কোথায়, এবং কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, সে সব বিষয়ে কোন ধারণা না থাকা? এতে ব্যবসায় সামাজিক-বাণিজ্যিক এক মূল্য যুক্ত করতে হচ্ছে। | Non sapere quando, dove e per quanto tempo le interruzioni di corrente avranno luogo, impone costi socio-economici alle aziende, alle organizzazioni e agli individui. |
13 | এই বিষয়টি খুব সহজেই উপেক্ষা করা যেত, যদি নমপেনের বাসিন্দারা জানতে পারত কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না, আর তা জেনে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত। | Tutto ciò si potrebbe facilmente evitare se i cittadini di Phnom Penh sapessero quando aspettarsi i blackout perché potrebbero trovare soluzioni alternative. |
14 | আরবান ভয়েস বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উল্লেখ করে কোন সময় কোন এলাকায় বিদ্যুৎ প্রদান বন্ধ রাখবে: | Urban Voice sollecita la società a pubblicare l'elenco dei blackout previsti: |
15 | এখানে ইলেকট্রিসিটে দু কম্বোজের (ইডিসি) প্রতি আমাদের বার্তা; কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা প্রকাশ করুন, অথবা আমাদের একটা উত্তম ব্যাখ্যা দিন কেন এই তালিকা প্রকাশ করা প্রায় এক “অসম্ভব” বিষয়। | Questo è il nostro messaggio alla Electricité du Cambodge (EDC): Rendete noti i blackout o spiegateci perché divulgare un programma è apparentemente “impossibile” Immagine tratta da Urban Voice |
16 | ছবি আরবান ভয়েস থেকে নেওয়ায় | Queste sono alcune reazioni sui blackout in Cambogia apparse su Twitter: |
17 | @ক্যারিজেয়ান্নেজ আমার ক্যাম্বোডিয় জীবনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আমি আমার বাসার ছাদে বসে আছি, যেখানে (সামান্য) মৃদু হাওয়া বইছে, টিকটিকির টিকটিক এবং ঝিঁঝিঁ পোকার ঝিঁ……ঝিঁ তান শুনছি। | @CarrieJeanneJ Il più lungo blackout in Cambogia che ricordo. Sono seduta sul nostro tetto con una brezza (leggera), mentre ascolto i gechi e i grilli fare cri cri. |
18 | @সি_ পানহাভিওন বৃষ্টি পড়ছে, নেমে আসুক ফোঁটায় ফোঁটায়, আর ধরণীকে শীতল করুক। | @C_Panhavion e sta piovendo, speriamo che piova e rinfreschi la terra. |
19 | এখন দারুন গরম, এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। | Ultimamente maledico il caldo visto che di solito manca la corrente. |
20 | @সোক্লাইয়া৫৪৩ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। | @Sokly543 Non c'è corrente. |
21 | আমি এখন কোন কাজ করতে পারছি না। | Adesso non posso fare niente. |