Sentence alignment for gv-ben-20121112-32847.xml (html) - gv-ita-20121110-69504.xml (html)

#benita
1ওবামার বিজয়ের পরেরদিন ইয়েমেনে আবার মার্কিন ড্রোন হামলাYemen: reazioni sui nuovi attacchi dei droni USA
2প্রেসিডেন্ট ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইয়েমেনে নতুন একটি ড্রোন হামলার আঘাতের খবর এসেছে।Meno di ventiquattr'ore dopo la rielezione del presidente Obama è arrivata la notizia che un nuovo attacco aereo tramite un drone [it] ha colpito lo Yemen.
3হামলাটি হয়েছে সানহানের আল সারিন গ্রামে। নিহত হয়েছে আদনান আল কাধি, রাবেয়া লাহিব এবং রাদওয়ান আল হাশধি, আর হয়েছে আহত একটি ছেলেসহ আরো অনেকে।Nel bombardamento, avvenuto nel villaggio di al-Sarin presso Sanhan [en], sono rimasti uccisi Adnan al-Qadhi, Rabeaa Lahib and Radwan al-Hashdhi e feriti altri civili, incluso un ragazzo.
4তবে এই হামলা আগের গুলো থেকে ভিন্ন। কারণ সানহান রাজধানী সান'আ থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে এবং এটা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র নিজ শহর।Tuttavia, questo bombardamento appare diverso dagli altri, perché Sanhan dista meno di quaranta chilometri dalla capitale Sanaa [it] ed è la città natale dell'ex presidente del Paese Ali Abdulla Saleh.
5অনেক ইয়েমেনি নে্টাগরিকরা উদ্বিগ্ন এবং হতবিহব্বল।Moltri netizen yemeniti sono allarmati e costernati.
6এখানে তাদের কিছু প্রতিক্রিয়া প্রদত্ত হলো:Riportiamo di seguito alcune delle loro reazioni.
7ইয়েমেনি এক্টিভিস্ট ইব্রাহিম মোথানা টুইট করেছেন:L'attivista yemenita Ibrahim Mothana [en, come i link successivi, eccetto ove diversamente indicato] scrive su Twitter:
8@আইমোথানাইয়েমেন: আজকের ড্রোন হামলাটি সান'আ প্রদেশের সানহানে, রাজধানীর সবচেয়ে নিকটবর্তীতম।@imothanaYemen: oggi viene bombardata con i droni Sanhan, località nel governatorato di Sana'a, la più vicina in assoluto alla capitale tra quelle finora colpite.
9# ইয়েমেন#Yemen
10@আইমোথানাইয়েমেন: গুগল মানচিত্র: সানহানের আল-সিরিন গ্রাম থেকে ইয়েমেনের রাজধানীর কেন্দ্রস্থলের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার এখানে ক্লিক করুন@imothanaYemen : Google Map: la distanza tra il villaggio al-Sirin presso Sanhan e il centro della capitale dello yemen è di soli trentasette chilometri.
11সানহান এবং রাজধানী সান'আর মধ্যেকার দূরত্ব প্রদর্শন করা গুগল মানচিত্রের পর্দাছবিSchermata di Google Maps che mostra la breve distanza tra Sanhan e la capitale Sanaa
12@আইমোথানাইয়েমেন: একজন “নোবেল শান্তি বিজয়ী”র “গোপন যুদ্ধ”!@imothanaYemen: Bombardamenti tramite droni in una “Guerra Segreta” da parte di un “Premio Nobel”!
13জীবন আর বেশি অধিবাস্তব হতে পারবে না #ইয়েমেনLa nostra vita non potrebbe essere più surreale #Yemen
14ইয়েমেন ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক এডাম ব্যানরন টুইট করেছেন:Adam Baron, giornalista freelance che vive in Yemen, scrive:
15@এডাম্মব্যারন: আসন্ন> ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টার মধ্যে একটি বার্তা হিসেবে সানহানে সন্দেহভাজন মার্কিন হামলা না হতে দেখাটাই দুস্কর… যদি না এটি একটি উস্কানি হয়।@adammbaron: è difficile non vedere un messaggio nel sospetto bombardamento americano su Sanhan…se non addirittura una provocazione, visto che arriva appena ventiquattr'ore dopo la rielezione di Obama.
16# ইয়েমেন#Yemen
17‘শেষ আশ্রয়স্থল: ইয়েমেন আল কায়েদা এবং আরবে মার্কিন যুদ্ধ' গ্রন্থের লেখক গ্রেগরি জনসেন টুইট করেছেন:Gregory Johnsen, autore del libro di recente pubblicazione The Last Refuge: Yemen al-Qaeda and America's War in Arabia [en] (L'ultimo rifugio: Al Qaeda in Yemen e la guerra americana in Arabia), scrive su Twitter:
18@গ্রেগরিডিজনসেন: আজকের হামলাটি যদি সত্যিকার অর্থেই একটি মার্কিন হামলা হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আছে: ‘আদনান আল-কাধিকে কী আমেরিকার বিরুদ্ধে সক্রিয় ষড়যন্ত্রকারী বিবেচনা করা হয়েছিল?@gregorydjohnsen: se il bombardamento di oggi è stato davvero un attacco americano, è importante chiedersi: si riteneva che ‘Adnan al-Qadhi complottasse attivamente contro gli Stati Uniti?
19তিনি আরো যোগ করেছেন:Successivamente, aggiunge:
20@গ্রেগরিডিজনসেন: এনওয়াইটি (নিউ ইয়র্ক টাইমস) এর নিবন্ধে জিজ্ঞেস করা হয়েছে ওবামা “ড্রোন হামলার উপর তার প্রশাসনের অতি নির্ভরতা পুনর্বিবেচনা” করবে কিনা #ইয়েমেন আজ না সুপারিশ করছে http://nyti.ms/VTrh2e@gregorydjohnsen: il New York Times si chiede se Obama “Ripenserà alla forte dipendenza dai bombardamenti con droni da parte della sua amministrazione” #Yemen Quello che è avvenuto oggi in Yemen sembra suggerire di no. http://nyti.ms/VTrh2e [en]
21জনসেন তার ব্লগের (ওয়াক আল ওয়াক) সর্বশেষ পোস্ট ‘আদনান আল কাধি এবং তার পরের দিন'-এ উল্লেখ করেছেন:Johnsen nel suo ultimo post intitolato ‘Adnan al-Qadhi il giorno dopo,' all'interno del blog Waq al Waq fa notare:
22এটা (ভেবে দেখা) গুরুত্বপূর্ণ।Questo è importante.
23আমার হিসেব মতে মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর ৩৭-৫০টি হামলা প্রচেষ্টায় ১০-১৫ জন মানুষ হত্যা করেছে।Gli Stati Uniti hanno intrapreso, secondo le mie stime, 37-50 attacchi per tentare di uccidere 10-15 persone quest'anno.
24তাদের অনেকে এখনও জীবিত (দেখুন: নাসির আল-ওয়াহায়সি, সাঈদ আল-শিহরি, কাসিম আল-রায়মি, ইব্রাহিম আসিরি এবং আরো অনেকে), কিন্তু ইয়েমেনের জনগণ মারা যাচ্ছে।Molti di quei 10-15 sono ancora vivi (ad esempio Nasir al-Wihayshi, Said al-Shihri, Qasim al-Raymi, Ibrahim Asiri e così via) mentre la popolazione civile dello Yemen continua a morire.
25মার্কিন নির্বাচনের ফলাফলের আগে এক্টিভিস্ট এবং ফিলিস্তিনি কবি রেমি কানাজি টুইট করেছেন:Prima dei risultati delle elezioni, l'attivista e poesta palestinese Remi Kanazi aveva scritto su Twitter:
26@রেমরুম: আমার নাম বারাক ওবামা এবং আমি এই বোমাবর্ষণ অনুমোদন করেছি।@Remroum: il mio nome è Barack Obama e approvo questo bombardamento.
27#আফগানিস্তান #পাকিস্তান #ইয়েমেন #নির্বাচন২০১২#Afghanistan #Pakistan #Yemen #Election2012
28ইয়েমেনি ব্লগার আফরাহ নাসের ব্যঙ্গাত্মকভাবে টুইট করেছেন:La blogger yemenita Afrah Nasser osserva sarcasticamente:
29@আফরাহনাসের: “হ্যাঁ আমরা # ড্রোন করতে পারি” #ওবামা #ইয়েমেন #সোমালিয়া #পাকিস্তান@Afrahnasser:”Yes We Can #Drone!” #Obama #Yemen #Somalia #Pakistan
30তারপরও শুধুমাত্র ইয়েমেনিরা নয় অনেক আরব নেটনাগরিক স্বস্তি পেয়েছে যে মিট রমনি নির্বাচনে জেতেন নি। কারণ অনেকে তাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' আরো বেশি আগ্রাসী বিবেচনা করেছিল।In ogni caso, molti netizen arabi, e non soltanto yemeniti, si sentono sollevati per il fatto che Mitt Romney non abbia vinto le elezioni, ritenendo che potesse risultare ancora più aggressivo di Obama nella ‘guerra al terrore'.
31তথাপি সাম্প্রতিক হামলাটি থেকে মনে হচ্ছে, ওবামা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে ইয়েমেন সম্পর্কিত তার নীতির কোন পরিবর্তন হচ্ছে না।Tuttavia, dal recente bombardamento, pare che Obama voglia mandare un chiaro segnale riguardo al fatto che la sua politica in Yemen non cambierà.
32তবে (কথা হচ্ছে) ইয়েমেন আর কতদিন ড্রোন সহ্য করবে?Per quanto tempo ancora però lo Yemen potrà sopportare questi attacchi?
33ওয়েদাদ আবুদ টুইট করেছেন:Wedad Abood scrive:
34@ওয়েদাদআবুদ: @বারাকওবামা আরো ৪বছর #ড্রোন হামলা করে নিরপরাধ মানুষ হত্যা, নারী ও শিশুদের ভুলে যাবেন না #কোনড্রোননয় #ইয়েমেন@WedadAbood: @BarackObama altri quattro anni di attacchi con droni, che uccidono persone innocenti, per non parlare delle donne e bambini #Drone #NoDrones #Yemen