Sentence alignment for gv-ben-20120304-23214.xml (html) - gv-ita-20120302-55474.xml (html)

#benita
1বিশ্ব: সিরিয়ার একনায়কের বিরুদ্ধে বিশ্ব জুড়ে এক মিছিলManifestazioni globali contro il dittatore siriano Bashar al-Assad
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3২০১১ সালের মার্চে যখন স্বাধীনতা এবং ন্যায়বিচারের দাবিতে সিরীয় নাগরিকরা রাস্তায় নামতে শরু করে তখন এটি কল্পনা করা কঠিন ছিল যে এক বছর পরে শাসকগোষ্ঠী হাজার হাজার জনগণকে হত্যা এবং অসংখ্য আরো অনেককে নির্যাতন ও গ্রেপ্তার করবে।Quando esattamente un anno fa, nel mese di marzo del 2011, i siriani iniziarono a scendere in piazza [en, come tutti gli altri link tranne ove diversamente specificato] per chiedere libertà e giustizia, era difficile immaginare che a distanza di un anno si contassero migliaia di morti ed un numero imprecisato di persone torturate per mano del regime.
4ফেব্রুয়ারির শুরু থেকে হোমস্ শহর অবরুদ্ধ। এর গোটা জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন এক নজিরবিহীন কোঠর ব্যবস্থা চলছে যাতে প্রতিদিন ১০০ জন মৃত্যুবরণ করছে।La città di Homs è stata posto sotto assedio dall'inizio di febbraio e tutta la popolazione sta soffrendo una repressione senza precedenti, con un numero delle vittime che si aggira intorno ai 100 morti al giorno.
5আন্তর্জাতিক শক্তিগুলো আসাদ শাসকগোষ্ঠীর উপর চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত নয়। তবুও সিরীয় নাগরিকদের প্রতি বিশ্বের নাগরিকদের সংহতি বৃদ্ধি পাচ্ছে এবং সিরিয়ার বিপ্লব বার্ষিকীতে পৌঁছাতে পৌঁছাতে এটির প্রতি আরো সমর্থন যোগানোর সম্ভাবনা রয়েছে।Mentre le potenze internazionali non hanno ancora raggiunto un accordo sulla necessità di esercitare una pressione sul regime di Assad, i cittadini di tutto il mondo hanno fatto sentire la loro solidarietà al popolo siriano che sta raccogliendo supporto e sostegno soprattutto in questi giorni che ci approssimano all'anniversario delle prime manifestazioni di prtesta in Siria [it].
6সিরিয়ার জন্যে গ্লোবাল মার্চ শীর্ষক উদ্যোগটির লক্ষ্য হল সারা বিশ্বের মানুষকে ১৫, ১৬ এবং ১৭ মার্চ সিরিয়ার জনগণের সংগ্রামের সমর্থনে রাস্তায় নিয়ে আসা।Un'iniziativa globale intende sensibilizzare le persone di tutto il mondo a scendere in piazza i prossimi 15, 16 e 17 marzo per manifestare il loro sostegno alla lotta del popolo siriano.
7“একটি একনায়কের বিরুদ্ধে” শীর্ষক ভিডিওটিতে প্রচারাভিযানটি ব্যাখ্যা করা হয়েছে।La campagna è presentata in un video dal nome “Contro un dittatore” ampiamente diffuso online:
8এটি অনলাইন ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে: ইতোমধ্যেই ১৬টি শহরে সিরিয়া জন্যে মার্চের পরিকল্পনা করা হয়েছে এবং প্রতিদিনই তালিকাটি বাড়ছে।Le manifestazioni a sostegno della causa siriana sono già in programma in 16 città e la lista aumenta di giorno in giorno.
9একটিভিস্টরা অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার নাগরিকদের পক্ষে দাঁড়ানোর জন্যে বিশ্বব্যাপী নাগরিকদের উৎসাহিত করতে বিভিন্ন মার্চের তথ্য দিয়ে একটি ফেসবুক ইভেন্ট তৈরি করেছে:Alcuni attivisti hanno creato un evento su Facebook dove si possono trovare tutte le informazioni sulle marce e dove si esortano i cittadini di tutto il mondo a sostenere la Siria contro l'oppressione del regime:
10সিরিয়ার বিপ্লব শুরুর একটি বছর।Siamo ad un anno dall'inizio della rivoluzione.
11শান্তিপূর্ণ বিক্ষোভ ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার একটি বছর।Un anno di violenze contro manifestanti pacifici e civili innocenti.
12রক্তক্ষয়ী একটি বছর।Un anno di spargimento di sangue.
13মহামন্দার বিরুদ্ধে সাহসী অবস্থানের একটি বছর। কিন্তু সিরিয়ার জনগণ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত, স্বাধীনতা ও মর্যাদা অর্জন না হওয়া পর্যন্ত, না থামার শপথ নিয়েছে।E un anno di coraggiosa resistenza contro il maligno, ma i siriani hanno giurato di non arrestarsi fin quando il regime no sarà caduto, fin quando non avranno conquistato la libertà e la dignità.
14আসুন ১৫-১৭ মার্চ, ২০১২ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার পক্ষে দাঁড়াই আর ১৫ মার্চ, ২০১১ সাল থেকে হাজার হাজার উৎসর্গিত জীবনকে এক মূহুর্ত স্মরণ করি।Dal 15 al 17 marzo sosteniamo la Siria contro l'oppressione e fermiamoci un momento per ricordare le migliaia di vite sacrificate a partire dal 15 marzo dello scorso anno.
15মিছিলের তালিকাটি (অনুগ্রহ করে আপনারটি ফেসবুক ইভেন্টে এবং এই পোস্টটির একটি মন্তব্য হিসাবে যোগ করুন) নিম্নরূপ::Di seguito un primo elenco di città in cui sono previsti eventi pubblici - aggiungete la vostra alla pagina Facebook dell'evento o anche come commento a questo post. E diffondete!: