# | ben | ita |
---|
1 | আরব বিশ্ব: মহাশূন্যযান কিউরিসিটি এবং আরব বৈজ্ঞানিক অবক্ষয় | Dal rover Curiosity alla scienza nel mondo arabo |
2 | মঙ্গল গ্রহের উপর কিউরিসিটি‘র সফল অবতরণের পর আরবীয়রা টুইটারে আরব বিশ্বে বিজ্ঞানের দুর্দশাগ্রস্ত অবস্থা: সামান্য বৈজ্ঞানিক ফলাফল এবং খুব অল্প পেটেন্ট (মেধাসত্ত্ব) নিয়ে বিলাপ করেছে। | A seguito del riuscito atterraggio del rover Curiosity [en, come tutti i link successivi, eccetto ove diversamente indicato], la popolazione araba si lamenta su Twitter del pietoso stato in cui versa la scienza nel mondo arabo: pochissime produzioni scientifiche e un esiguo numero di brevetti. |
3 | সৌদি কৌতুকাভিনেতা ফাহাদ আলবুতাইরি টুইট করেছেন: | Il comico saudita Fahad Albutairi pubblica su Twitter [ar]: |
4 | মানুষ মঙ্গল গ্রহে যায় আর আমরা এখনো ১০ বছর আগে বিতর্কিত হওয়া বিষয় নিয়ে আলোচনা করছি। | C'è chi arriva su Marte e noi invece discutiamo ancora di cose che sono state fonte di polemica dieci anni fa. |
5 | সাধারণভাবে সেগুলো নারী বিষয়ক। | Di solito, ciò riguarda le donne. |
6 | সৌদি আরব থেকে আরো একজন নেটনাগরিক দুঃখজনক একটি তুলনা করেছেন: | Un'altro netizen saudita propone un malinconico confronto [ar]: |
7 | নাসা'র (মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় বিমান চালনা ও মহাকাশ প্রশাসন) অভিযাত্রীর মঙ্গল গ্রহে অবতরণ সংবাদটি জর্দানে তৈরী “বৃহত্তম ফালাফেল (ঐতিহ্যবাহী আরবীয় খাদ্য)” এর বিশ্ব রেকর্ডের গীনিস বুকে তালিকাভুক্তির সঙ্গে মিলে গিয়েছিল যেখানে বাকি আরবদের জন্যে কোন প্রকার দুঃখ প্রকাশ ছিল না | Mentre veniva battuta la notizia dell'atterraggio del rover della NASA su Marte la Giordania veniva inserita nel Libro dei Record per aver prodotto “il più grande falafel” e non ci sono condoglianze nemmeno per tutti gli altri arabi Il blogger Khaled Khallawi scrive su Twitter [ar]: |
8 | ব্লগার খালেদ খাল্লাভি টুইট করেছেন: | Gli arabi si lamentano per non aver raggiunto lo spazio. |
9 | আরবরা বিলাপ করছে মহাশূন্যে পৌঁছনোর জন্যে নয়, মহাশূন্যের সুন্দরীদের (হুর-পরীদের) জন্যে? | |
10 | আপনাদের সমস্যার [সমাধানের] জন্যে কয়েকটি শতাব্দী প্রয়োজন। | Per risolvere questo problema servirebbero secoli. |
11 | আপনাদের অর্ধেকই মনে করেন মঙ্গল একটি চকলেট | La metà di voi pensa che Mars sia una merendina al cioccolato |
12 | কুয়েতভিত্তিক কার্টুনিস্ট হাশিমোতো'র আরব বিভক্তি সম্পর্কিত কার্টুনে দু'জন আরবীয় তর্ক করছে। একজন বলেছেন, “আপনি শিয়া” এবং অন্যজন বলছেন, “আপনি সুন্নী” আর টিভির পর্দায় লেখা দেখাচ্ছে “কিউরিসিটি মঙ্গল গ্রহে অবতরণ করেছে।” | Vignetta sulle divisioni all'interno del mondo arabo del vignettista del Kuwait Hashimoto: Due arabi discutono, uno dice: “Tu sei sciita” e l'altro replica: “Tu sei sunnita” , il tutto mentre sullo schermo della Tv viene data la notizia “Curiosity atterra su Marte”. |
13 | জাকি সাফার বলেছেন: | Zaki Safar dice [ar]: |
14 | বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আমরা পিছনের দিকে চলছি এবং আমরা জানি না এটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে! | Il modo procede in avanti e noi ci spostiamo con la mente all'indietro e non sappiamo dove tutto ciò ci condurrà! |
15 | উদ্যোক্তা জামাল আবু-হুলাইগাহ আরব সমাজের বিশাল ভোগের সমালোচনা করেছেন: | L'imprenditore Jamal Abu-Hulaigah critica le società arabe caratterizzate da grandi consumi [ar]: |
16 | যারা অন্যদের তৈরী জীবন ভোগ করতে অভ্যস্ত, তারা কখনো একটি সভ্যতা নির্মাণ করতে পারে না | Quelli che sono abituati a consumare la vita creata da altre persone non creano civiltà |
17 | মদিনায় বসবাসকারী আবু রু'য়া আলজাহনি উপসাগরীয় আরব রাজ্যগুলোর রূপ দানকারী আধুনিকত্বের সমালোচনা করেছেন: | Il residente a Medina Abu Ru'a Aljahni critica le conformazioni moderne dei paesi arabi del Golfo [ar]: |
18 | তারা মঙ্গল গ্রহে একটি অনুসন্ধানী যান পাঠায় আর আমরা একটি পেরেকও বানাই না এবং আমরা ধুলোর তৈরী গগনচুম্বী অট্টালিকা নিয়ে বড়াই করি… যা আপনারা নির্মাণ করেন | Loro mandano sonde su marte e noi invece non facciamo nulla e ci vantiamo dei grattacieli di polvere… |
19 | লিবীয় ব্লগার সালাহ আল হাদ্দাদ পোস্ট করেছেন: | Il blogger libico Salah Al-Haddad pubblica [ar]: |
20 | প্রথমে আমার অনাদিকালের সেই অস্তিত্ববাদী সমস্যাটি মনে আসে: তারা কেন এগিয়ে যায় আর আমরা কেন পিছনের দিকে যাই? | La prima cosa che mi viene in mente e un problema esistenziale vecchio, ma tuttora valido: perché loro progrediscono mentre noi arretriamo? |
21 | কীভাবে ২৫০ বছর অতিক্রম না করা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এরকম সব বিশাল সফলতা অর্জন করতে পারে? | Come fa una nazione come gli Stati Uniti d'America, che non ha più di 250 anni di storia alle spalle, a raggiungere questi strabilianti risultati? |
22 | ইতোমধ্যে আমরা কেবল প্রায়শ্চিত্ত করতে এবং গাড়ী বোমা তৈরীতে সিদ্ধিলাভ করেছি? | Nel frattempo, noi riusciamo solo a redimerci e a costruire autobombe? |
23 | এর উত্তর এই এক টনেরও কম ওজনের মহাকাশ ক্যাপসুলটির নামের মধ্যেই নিহিত। | La risposta giace semplicemente nel nome di questa sonda spaziale, il cui peso non supera la tonnellata |