# | ben | ita |
---|
1 | | Cina: la vittoria di Na Li al Roland Garros è motivo d'orgoglio per il governo cinese? |
2 | | Per la prima volta nella storia, una tennista cinese, la campionessa Na Li [it] ha vinto le finali del Grande Slam. |
3 | চীনঃ লি নার শিরোপা জয়, জাতীয় গর্ব? | Solitamente, una vittoria sportiva è fonte di orgoglio nazionale per ogni Cinese. |
4 | চীনের টেনিস খেলোয়াড় লি না প্রথম চীনা খেলোয়াড় হিসেবে টেনিসের কোন গ্র্যান্ডস্লাম প্রতিযেগিতায় বিজয়ী হয়। | Tuttavia, in quest'occasione, i netizen cinesi hanno visto nella vittoria di Na Li il trionfo dell'individualismo e hanno criticato aspramente la politica sportiva nazionale. |
5 | বেশিরভাগ ক্ষেত্রে যে কোন ক্রীড়া প্রতিযোগিতায় চীনের যে কোন খেলোয়াড়ের জয় জাতীয় গৌরবের সাথে তা উদযাপন করা হয়। | Come rimarcato dal China Media Project, Il Quotidiano del Popolo si è affrettato a collocare la vittoria di Na Li in prima pagina nell'edizione del 5 giugno [en]. |
6 | তবে লি নার ক্ষেত্রে নেট নাগরিকরা এই জয়কে ব্যক্তির জয় হিসেবে উদযাপন করছে এবং তারা দেশটির ক্রীড়া নীতি সম্বন্ধে প্রশ্ন করছে। | Ancora prima che Na Li vincesse il Grande Slam, il canale sportivo per eccellenza di Sina.com [zh] ha descritto, con la solita retorica dell'orgoglio nazionale, le tappe del suo percorso sportivo. |
7 | যেমনটা চায়না মিডিয়া প্রজেক্ট খেয়াল করেছে, পিপলস ডেইলি ৫ জুন, ২০১১ তারিখে প্রকাশিত সংখ্যায় লি নার এই জয়ের সংবাদটিকে শিরোনাম করেছে। | L'articolo non è sfuggito all'attenzione dei netizen che l'hanno fortemente criticato nel forum online di Sina Weibo. |
8 | বাস্তবতা হচ্ছে এমনকি লি নার শিরোপা জয়ের আগে সিনা. | Il 3 giugno 2011 si leggeva: |
9 | | [Na Li persegue il sogno di vittoria di 1.3 miliardi di persone] Nel 2011, @Li Na ispira la Cina! |
10 | কমের ক্রীড়া চ্যানেল [ চীনা ভাষায়] এই টেনিস ম্যাচটিকে ঘিরে জাতীয় গৌরবের অলংকার প্রদানের চেষ্টা করে এই সংবাদটি আলাদা ভাবে চিহ্নিত করা হয় এবং তা সিনা ওয়েবও-তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। | Dalle finali degli Open di Australia al Roland-Garros, Na Li ha portato con sé, sulla scena internazionale, il sogno di 1.3 miliardi di cinesi. Lei è la rappresentante del mondo sportivo cinese e la numero uno in Asia! |
11 | ৩ জুন, ২০১১ তারিখের সংবাদ পড়ুন: | Fra due giorni gareggerà nel campionato francese. |
12 | লি না ১৩০ কোটি চীনা নাগরিকের স্বপ্নের মধ্যে দিয়া শিরোপা জেতার দিকে এগিয়ে যাচ্ছে] @লি না চীনকে অনুপ্রাণিত করছে! | Metticela tutta, sorella Na! http://t.cn/aoKYNQ Giugno 2011, Na Li vince la finale del Grande Slam. |
13 | অস্ট্রেলিয়া ওপেন থেকে ফ্রেঞ্চ ওপেন, লি না আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে চীনের ১৩০ কোটি জনতার স্বপ্ন পুরনের মধ্যে দিয়ে। | Foto dell'utente Flickr Lucian_ge (CC BY 2.0). La sezione dei commenti conta più di 900 risposte, la maggioranza delle quali tentano di smorzare i toni nazionalistici: |
14 | সে চীনা ক্রীড়া অঙ্গনের একজন প্রতিনিধি এবং এশিয়ার ১ নম্বর টেনিস তারকা! | Zaraki_ Li Na rappresenta solo se stessa, smettetela di utilizzare 1.3mld di persone come suo emblema. (4 giugno 21:13) |
15 | দুইদিন পরে সে ফ্রান্সে ফরাসী ওপেন টেনিস প্রতিযোগিতায় শিরোপা জয়ের জন্য লড়বেন, আসুন আমরা ভগ্নি লি নার জন্য তৈল মর্দন করি।http://t.cn/aoKYNQ | 广州滔仔 Il WTA non sono le Olimpiadi. E' solo una competizione individuale che non ha niente a che vedere con la Nazione. |
16 | এর মন্তব্য বিভাগে প্রায়, ৯০০ এর মত মন্তব্য এসেছে, তবে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মন্তব্য তা জাতীয়তাবাদী যে আবেগীয় বর্ণনা, তার মধ্যে পানি ঢেলে দিয়েছে: | È semplicemente ridicolo pensare che ricalchi il sogno di 1.3 miliardi di persone. Nel WTA vengono spesso selezionati atleti di Paesi diversi per giocare nei doppi. |
17 | জারকি_, লি না কেবল তার নিজেকে প্রতিনিধিত্ব করে, তার ১৩০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করার দরকার নেই। | Questo starebbe a significare che i sogni di entrambe le nazioni verrebbero rappresentati dalla coppia appena formatasi? (4 giugno 17:12) |
18 | (জুন ৪ ২১. | 上官雪小耶 Sina gioca con i sentimenti. |
19 | ১৩) 广州滔仔 ডাব্লিউটিএ (ওয়ার্ল্ড টেনিস এসোসিয়েশন) অলিম্পিক প্রতিযোগিতায় নয়, এটা নিছকই একটা ব্যক্তিগত পেশাদার ক্রীড়া প্রতিযোগিতা এবং এর সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক নেই। | Come fa a conoscere i sogni di 1.3 miliardi di persone? Le mie aspirazioni sono di possedere un bell'appartamento, cibo sano, assistenza medica e istruzione gratuite. |
20 | সে ১৩০ কোটি জনতার স্বপ্নকে বহন করছে এই কথাটা বলা এক ধরনের রসিকতা। | Vorrei che il denaro ricavato dalle tasse andasse ai più bisognosi, agli orfani e alle vedove. |
21 | ডাব্লিউটিএ নামক প্রতিযোগিতায় এমনকি ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়রা এক সাথে দ্বৈত প্রতিযোগিতায় জুটি বেঁধে খেলায় অবতীর্ণ হয়। | Cosa c'importa della scena internazionale? Noi tutti auguriamo a Na Li di realizzare il suo sogno ma perché caricarla di tutta questa responsabilità? |
22 | তাহলে কি আমরা বলতে পারি যে এই দুই খোলোয়াড় কি অমুক বা তমুক দেশের সকল মানুষের স্বপ্নকে ধারণ করে? | Se dovesse fallire non potrebbe più tornare a casa, nel Jiangdong. |
23 | (জুন ৪ ১৭:১২) | (4 giugno 11:37) |
24 | 新疆老黄牛, সে এর মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। শ্রমিক বা কৃষকের সাথে তার কোন সম্পর্ক নেই। | 新疆老黄牛 Na Li si sta guadagnando da vivere ma non ha niente a che fare con gli operai e i contadini cinesi. |
25 | (জুন ৩ ১২. | (3 giugno 12:47) |
26 | ৪৭) যে কারনে নেটিজেনরা লি নাকে জাতীয় গর্বের সাথে সম্পৃক্ত করছে না, তা হল তার ব্যক্তিগত ইতিহাস। | La ragione per la quale i netizen non associano alle vittorie di Na Li l'orgoglio nazionalista è presto spiegata dalla sua storia personale. |
27 | লি নার জন্ম ১৯৮২ সালে, হুবেই প্রদেশে, তার পিতা লি সেংপাং ছিলেন এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের, কিন্তু চীনে সংঘটিত সংস্কৃতিক বিপ্লবের কারণে তিনি অল্প বয়েসে তার ক্রীড়া জীবনের পরিসমাপ্তি ঘটাইতে বাধ্য হন। | Na Li nasce nel 1982, nella provincia dello Hubei. Suo padre, Li Shengpang, è un giocatore di badminton costretto, troppo presto, ad abbandonare la carriera sportiva a causa dell' insorgere della Rivoluzione Culturale. |
28 | লি নার বয়স যখন ১৪ বছর, তখন তিনি মারা যান। | Muore quando Na Li ha solo 14 anni. |
29 | ছয় বছর বয়স থেকে লি না ব্যাডমিন্টন খেলা শুরু করে তবে যখন তার বয়স ৯ বছর তখন সে ব্যাডমিন্টন ছেড়ে টেনিস খেলা শুরু করে। | Anche la figlia, a sei anni, inizia a praticare il badminton per poi preferire, a nove, il tennis. |
30 | ১৯৯৭ সালে সে জাতীয় দলে প্রবেশ করে এবং ১৯৯৯ সালে পুরোপুরি জতীয় দলের অংশ হয়। | Entra a far parte della squadra nazionale di tennis nel 1997 e passa al professionismo nel 1999. |
31 | ২০০২ সালে সে জাতীয় দল ত্যাগ করে এবং ২০০৪ সালে জাতীয় দলে ফিরে আসে। | Abbandonata la squadra di tennis nel 2002, vi ritorna nel 2004, per poi allontanarsene nuovamente nel 2008. |
32 | ২০০৮ সালে সে আবার জতীয় দল ত্যাগ করে। ২০০৫ সালে জাতীয় দল এবং চীনা ক্রীড়া নীতির সাথে তার বিরোধ প্রকাশ্যে উঠে আসে [চীনা ভাষায়]। | Gli screzi con la squadra nazionale e il sistema sportivo nazionale sono divenuti di dominio pubblico nel 2005, quando se ne discusse apertamente in un dibattito dai toni accesi[zh]. |
33 | সে সময় চীনা টেনিস ফেডারেশনের এক কর্মকর্তা এই বলে লি নার সমালোচনা করেন যে সে খুবই আত্মকেন্দ্রিক এবং ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে লি না চীনের প্রতিনিধিত্ব করতে পারবে না। | A seguito del quale, un quadro della direzione amministrativa del tennis cinese ha criticato Li per il suo egoismo e non le ha permesso di rappresentare la Cina nelle Olimpiadi del 2008. |
34 | মাইক্রোব্লগার আনউনাকি সিনা ওয়েবও-তে তার অনুসরণকারীদের লি নার সাথে রাষ্ট্রের ক্রীড়া নীতির দ্বন্দের বিষয়টির কথা স্মরণ করিয়ে দেন এবং সে সাথে দারুন এক বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেন, চীন, লি নার শিরোপা জয়ের কৃতিত্ব দাবী করার জন্য তুমি কি করেছ? [চীনা ভাষায়]: | La microblogger Anunnaki-S ricorda ai suoi “follower” su Sina Weibo gli attriti tra Li e il sistema sportivo nazionale sollevando una questione molto dibattuta: Cina, che diritto hai di reclamare le vittorie e i riconoscimenti di Na Li ?(previa registrazione) [zh]: |
35 | #লি না অদম্য, # [চীনা, লি নার শিরোপা জয়ের কৃতিত্বের দাবিদার চীন, তুমি তার জন্য কি করেছো] সে জাতীয় দলে যোগ দেয় এবং এর অনঢ় পদ্ধতিতে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। | #L'invincibile Na Li # [Cina, che diritto hai di reclamare le vittorie e i riconoscimenti di Na Li?] |
36 | যে সমস্ত খেলাগুলোতে সে জয়লাভ করেছে, সে সব খেলায় জেতা অর্থের একটা বড় অংশ তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে [ ক্রীড়া নীতির মাধ্যমে], কাজেই সে ২০০৮ সালে এই নীতিকে বিদায় জানায় এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিজে নিজেই অনুশীলন করা শুরু করে। | In passato aveva aderito alla squadra nazionale ma ne era rimasta delusa a causa della rigidità del sistema. Nel 2008 se ne è allontana iniziando a partecipare ai campionati mondiali pagando le spese di tasca sua. |
37 | এখনো প্রতি বছর এই নীতিতে তাকে তার বিজ্ঞাপনী আয়ের ১২ শতাংশ এবং জয়ের মাধ্যমে অর্জিত অর্থের ৮ শতাংশ সরকারকে প্রদান করতে হয়, যখন সে হেরে যায় তখন সে সব ধরনের সমালোচনার মুখে পড়ে, আর যখন সে জেতে তখন কুত্তা বেড়াল সবাই সেই জয়ের কৃতিত্বের দাবী করে শুরু করে। | Ogni anno deve allo Stato il 12% dei suoi introiti pubblicitari e l'8% del valore dei suoi premi. Se perde, viene criticata, se vince, cani e porci vogliono salire sul suo carro. |
38 | চীন, এ রকম এক কৃতিত্ব দাবী করার জন্য তুমি কি করেছ? | Cina, che diritto hai di rivendicarne la gloria? |