Sentence alignment for gv-ben-20101115-13378.xml (html) - gv-ita-20101116-26565.xml (html)

#benita
1চীন: বাড়তে থাকা দাম এবং ছাদের উপর বাগানCina: l'aumento generalizzato dei prezzi e la nuova tendenza dei “tetti verdi”
2শেনঝেন এবং চীনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা সীমান্ত পাড়ি দিয়ে সস্তায় পণ্য কেনার জন্য হংকং-এ পাড়ি জমাচ্ছে। শেনজেন ভিত্তিক নেটএজ-এর ফটোগ্রাফার সিএস ইলাও-এর সূত্রমতে সেখানকার সাম্প্রতিক এক ধারা হচ্ছে, লোকজন ছাদে নিজেদের জন্য সব্জি উৎপাদন করে পয়সা বাঁচাচ্ছে।Crescono le notizie sull'aumento generalizzato dei prezzi [en, come tutti i link tranne ove diversamente indicato] sul mercato cinese e sulla decisione di molti residenti di Shenzhen [it] di recarsi oltre confine, a Hong Kong, per fare acquisti a prezzi più convenienti.
3সম্প্রতি শেনঝেন-এ দাম বেড়ে যাওয়ায় এবং ইউয়ানের বিপরীতে ক্রমাগত হংকং ডলারের অবমূল্যায়ন হওয়ায়, কিছু শেনঝেনবাসী তাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হংকং এ যাত্রা করছে।Secondo CS Yilao, fotoblogger che scrive su NetEase direttamente da Shenzen [zh], va inoltre emergendo una nuova tendenza, che spinge parecchie persone a coltivare orti sui propri tetti come forma di risparmio.
4আসুন হংকং এবং শেনঝেনে এ সমস্ত প্রতিদিনের খাদ্য সামগ্রীর দামের পার্থক্য কতখানি তা তুলনা করে দেখি: শেনঝেনে এক ব্যাগ রান্নার লবণের দাম ২ আরএমবি (চীনা মুদ্রা), কিন্তু হংকং-এর সুপারমার্কেটে তার দাম ১.Con il recente aumento dei prezzi a Shenzhen e in conseguenza della continua svalutazione del dollaro di Hong Kong [it] nei confronti dello yuan, parecchi residenti hanno deciso di recarsi direttamente a Hong Kong per acquistare beni di prima necessità. Confrontando i prezzi di alcuni beni venduti nei supermercati delle due città, si scoprono notevoli differenze.
5১ হংকং ডলার, যা মাত্র ০.Ecco alcuni esempi.
6৯০ আরএমবির সমান; শেনঝেনে এক কেজি ফুজি আপেলের দাম ইতোমধ্যে ১২ আরএমবি-তে এসে ঠেকেছে অথবা সেখানে প্রতিটি আপেলের দাম ৪ আরএমবি, কিন্তু হংকং-এ সমান আকারের চারটি আপেল আপনি ১০ হংকং ডলারে কিনতে পারবেন। শেনঝেনে ইতোমধ্যে একটি ডিমের দাম বেড়ে ০.Una confezione di sale da cucina a Shenzhen è venduta a 2 RMB mentre ad Hong Kong per la stessa confezione si paga solo 1,1 HKD, pari a 0.9 RMB; un kilo di mele Fuji a Shenzhen costa circa 12RMB, o 4 RMB per una sola mela, ma ad Hong Kong si possono comprare 4 mele della stessa qualità per 10 HKD.
7৯০ আরএমবি-তে এসে দাড়িয়েছে। কিন্তু হংকং-এর ওয়েলকাম সুপারমার্কেটে সমান বা সামান্য ছোট আকারের ৩০টি ডিমের দাম ২৩ হংকং ডলার, অথবা প্রতিটি ডিমের দাম ০.Il prezzo di un uovo a Shenzhen è arrivato a 0,9 RMB, ma nella catena di supermercati Wellcome di Hong Kong si trovano anche 30 uova di grandezza simile a 23 HKD, oppure a 0,7 RMB ciascuno.
8৭ আরএমবির চেয়ে কম।
9দশটি ভিন্ডা নামক টয়লেট পেপারের দাম শেনঝেনের সুপার মার্কেটে ৩২. ৫০ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে তার মূল্য ২৮ হংকং ডলার; শেনঝেনের সুপারমার্কেটে ৭৫০ মিলিলিটার রিজয়েস শ্যাম্পুর দাম ৩৯ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে ৬১ হংকং ডলারে আপনি এ রকম দুটি শ্যাম্পুর বোতল কিনতে পারবেন….Il prezzo di 10 rotoli di carta igienica Vinda nei supermercati di Shenzhen è di circa 32,50 RMB, mentre a Hong Kong si trovano anche a 28 HKD, una bottiglia di shampoo Rejoice costa 39 RMB a Shenzhen contro i 1 HKD per due flaconi…[1 RMB=0,11 EURO 1 HKD=0,09 EURO]
10সম্প্রতি শেনঝেন-এ উৎপাদন খরচ বেড়ে যাওয়া সকল স্থানে সব্জির দাম কিলো প্রতি ৯ আরএমবি বা তার চেয়ে বেশী হয়ে গেছে।A causa dei recenti aumenti dei prezzi nella città di Shenzhen, il prezzo della frutta e verdura sta aumentando in maniera vertiginosa, e va dai 9 RMB al kilo in su.
11অন্য প্রদেশ থেকে শেনঝেনে কাজ করতে আসা আমাদের অনেকে এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধনকৃত ব্যক্তিদের মত সহজেই হংকং-এ ভ্রমণের অনুমতি পায় না।Per la maggior parte di noi lavoratori che veniamo da fuori provincia, al contrario dei residenti iscritti nei registri locali, è molto difficile ottenere il permesso per recarci a Hong Kong.
12নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা সীমানা পাড়ি দিয়ে হংকং-এ যেতে পারি না, কিন্তু তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় রয়েছে; সেটি হচ্ছে আমাদের ছাদ, বায়ু চলাচল পূর্ণ এবং বিশাল জায়গা সম্বলিত এই সমস্ত ছাদ যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে তা কতই না এক বাজে ব্যাপার হবে।
13সামান্য হাতের কাজ এবং কিছু মাটি থাকলে আমরা আমাদের জন্য এক বাগান তৈরি করে ফেলতে পারি। যতক্ষণ না তারা আমাদের ভবনগুলো ভেঙ্গে ফেলতে পারছে, ততক্ষণ আমরা আমাদের জন্য এই প্রথা বেছে নিতে পারব এবং নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সব্জি উৎপাদন করতে সক্ষম হব।Pur non potendo andare oltre confine per fare la spesa nei più convenienti supermercati di Hong Kong, abbiamo una via di uscita per risparmiare qualcosa: i nostri tetti, sarebbe un peccato lasciare inutilizzati questi spazi aperti ed ariosi!
14এ ভাবে আমরা চাষের মাধ্যমে কিছু জিনিস পেতে পারি। একদিন আমি বেশ সকালে উঠলাম এবং বারান্দায় গেলাম।Con un po' di impegno e della terra, abbiamo anche noi un orticello da coltivare per poter raccogliere il necessario da mettere in tavola.
15সেখান থেকে আমরা চারপাশে যে সমস্ত ছাদ রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে একটি বিষয় লক্ষ্য করলাম।Fino a quando non ci distruggeranno i palazzi [it], possiamo risparmiare qualcosa con simili coltivazioni.
16আমি আমার দুরবীন নিয়ে এলাম এবং খুব সতর্কতার সাথে চারপাশে তাকালাম, এতে খেয়াল করলাম যে আমি ছাদের উপর যে সমস্ত বাগান রয়েছে সেদিকে তাকাচ্ছি।Una mattina mi sono svegliato presto, sono uscito sul balcone e ho notato qualcosa sui tetti del vicinato. Grazie al binocolo, poi ho capito che avevo di fronte i cosiddetti "tetti verdi".
17প্রতিটি কোণায় বাগান; এখানে বাড়ির মালিক তার চারা গাছগুলোতে পানি দিচ্ছে।Giardini dappertutto. Qui il proprietario di casa sta dando l'acqua alle sue piantine.
18এই দুই প্রতিবেশীকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে বাগান করার বিষয়ে পরামর্শ প্রদান করছে।Qui sembra che i due vicini si stiano scambiando dei consigli su come coltivare al meglio le piante.
19সকলের নিজস্ব ছোট বাগান রয়েছে এবং তারা একে অপরকে প্রয়োজনে সাহায্য করছে এবং পরস্পরের সাথে সবকিছু আদান প্রদান করছে।Ognuno ha il proprio spazio per coltivare e ci si aiuta a vicenda.
20এখানে চারা রোপন করার পাত্রগুলোকে একপাশে রাখা হয়েছে এবং সেখানে পুনরায় চারা বপন করা হবে।Qui i vasi sono stati portati all'aperto e stanno per essere riseminati.
21এমনকি তারা গ্রীনহাউজ নামক প্রযুক্তি ব্যবহার করছে।.Qui stanno usando perfino delle serre.
22এই সমস্ত লোকেরা ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে, নির্মাণ সামগ্রীর সকল উপাদান এখানে আনা হয়েছে, মনে হচ্ছে তারা সকলে সবকিছুর জন্য তৈরি।Queste persone sono ben preparate, portano sul tetto perfino materiali da costruzione. Sembra quasi che vogliano trasferirsi a vivere lassù.