Sentence alignment for gv-ben-20110114-14739.xml (html) - gv-ita-20110119-29839.xml (html)

#benita
1আফগানিস্তান: কাবুলে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভAfghanistan: proteste di piazza contro le politiche iraniane
2বৃহস্পতিবার, আফগানিস্তানের নাগরিকরা কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আফগানিস্তান, ইরানে বাস করা আফগান অভিবাসী এবং শরণার্থীর প্রতি ইরানের দুর্ব্যবহারের বিরুদ্ধে।Giovedì scorso 13 gennaio alcuni cittadini afghani hanno manifestato [en]davanti all'ambasciata iraniana a Kabul, per protestare sia contro i maltrattamenti agli immigrati e ai rifugiati afghani in Iran sia contro il continuo blocco di carburante imposto da Teheran sull'Afghanistan.
3এছাড়াও আফগানিস্তান, তার উপর ইরান আরোপিত তেল নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
4আজকের বিক্ষোভের আয়োজক ছিল আফগান সলিডারিটি পার্টি নামক দলটি।L'evento è stato organizzato [en] dal Solidarity Party afghano.
5ইরান সরকার বলছে যে তেলের উপর আরোপ করা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, যেন ন্যাটো বাহিনী এই তেল না ব্যবহার করতে পারে।Il governo iraniano sostiene che l'obiettivo del blocco è evitare che le forze NATO prendano il carburante.
6ইরানি নেতাদের ছবি আগুনে পোড়ানোI manifestanti bruciano le effigi dei leader iraniani
7এই ভিডিওটি প্রদর্শন করছে যে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি এবং রাষ্ট্রপতি আহমেদিনেজাদের ছবি আগুন ধরিয়ে দিয়েছে।Questo video mostra i manifestanti che danno alle fiamme le immagini del Capo Supremo della Repubblica islamica Ali Khamenei e del Presidente Mahmoud Ahmadinejad.
8জনতা উল্লাসধ্বনি দিচ্ছে, “আহমাদিনেজাদ এবং খামেনি নিপাত যাক”।La gente grida “Abbasso Ahmadinejad e Khamenei”.
9ইরানি বন্দী, ঘটনার শিকার আফগান নাগরিকরাPrigionieri iraniani, vittime afghane
10রেডিও কোচেহ আজকের বিক্ষোভের বেশ কিছু ছবি প্রকাশ করেছে।Radio Koocheh ha pubblicato [fa, come i tutti i link successivi] diverse foto sulla manifestazione.
11এই বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা, ইরানে ঘটনার শিকার বেশ কিছু আফগান নাগরিক এবং জেল বন্দী ইরানি রাজনৈতিক কর্মীর ছবি বহন করে (উপরে)I manifestanti hanno esposto le immagini delle vittime afghane e degli attivisti politici iraniani imprigionati (in alto).
12রেডিও কোচেহ লিখছে যে ডজন খানেক প্রতিবাদকারী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসে পাথর নিক্ষেপ করে।Secondo Radio Koocheh, inoltre, decine di manifestanti avrebbero lanciato pietre contro l'ambasciata iraniana.
13পোরতেগাল ফারোশ (যার অর্থ, ‘কমলালেবু বিক্রেতা') লিখেছে যে [ফার্সী ভাষায়] ৭ জানুয়ারী শুক্রবার তারিখে, ইরানের বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর কারণ ইরান ২০০ তেল বহনকারী গাড়ির আফগানিস্তানে প্রবেশ বন্ধ করে দেয়।Porteghal Froosh (che significa “Venditore di arance”) scrive che lo scorso venerdì 7 gennaio c'è stata un'altra manifestazione contro la decisione della Repubblica islamica di bloccare 200 cisterne di carburante che dovevano entrare in Afghanistan.
14এই ঘটনায় আফগানিস্তানে তেলের দাম বেড়ে যায়…।Secondo il blogger il blocco ha provocato un aumento dei prezzi del carburante.
15আফগান সরকার আন্তর্জাতিক আইন ভঙ্গ করার দায়ে ইরানকে অভিযুক্ত করেছে।Il governo afghano ha accusato l'Iran, la cui decisione violerebbe le leggi internazionali.
16এগহতেসাদ আফগানিস্তান (যার অর্থ আফগানিস্তানের অর্থনীতি) লিখেছে [ফার্সী ভাষায়] যে আফগানিস্তান তার জ্বালানী তেলের সবটাই আমদানী করে এবং তার মোট জ্বালানী তেলের ৩০ শতাংশ আসে ইরান থেকে।Eghtesad Afghnestan (che significa “Economia Afghana”) ricorda che l'Afghanistan importa tutto il carburante ad uso interno e che il 30% proviene dall'Iran.