# | ben | ita |
---|
1 | বাংলাদেশ: কার্টুন দেখে শিশুরা হিন্দি ও মিথ্যা বলা শিখছে | Bangladesh: un cartone animato che insegna a mentire e parlare una lingua straniera? |
2 | ডিজনি চ্যানেলে প্রচারিত একটি কার্টুন বাংলাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। | |
3 | কার্টুনটির নাম ডোরেমন। বলা হচ্ছে, এটি দেখে শিশুরা পার্শ্ববর্তী দেশের হিন্দি ভাষা ও মিথ্যা বলা শিখছে। | Un cartone animato in onda su Disney Channel India [en] ha generato dibattito in Bangladesh. |
4 | কার্টুনটি বাংলাদেশের শিশুদের কাছে খুবই জনপ্রিয়। | Il nome del cartone giapponese (doppiato in hindi) è Doraemon [en]. |
5 | তারা তাদের পড়াশোনার বাইরে টেলিভিশন দেথার জন্য যে সময়টুকু পায়, তার পুরোটাই এই কার্টুনের পেছনে ব্যয় করে। | Si sostiene che tale cartone animato stia forzando i bambini a imparare l'hindi, linguaggio della vicina India, e li stia spingendo a dire bugie. |
6 | আমার ব্লগের একজন মায়ের ব্লগ থেকেই বোঝা যাবে তারা ডোরেমন বলতে কতটা পাগল: | Molti bambini del Bangladesh guardano questo cartone animato, che viene trasmesso a ripetizione. |
7 | আমার পাঁচ বছর বয়সের ছেলে, ডোরেমন না দেখলে যার ভাত খাওয়া হয় না, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয় না, রাতে ঘুম পায় না। | Leggendo la storia di una madre frustrata sul blog di una mamma [bn], si capisce quanto siano impazziti per Doraemon: |
8 | আবার আরেকজন মা প্রথম আলো পত্রিকায় চিঠি লিখে জানিয়েছেন: | Mio figlio di cinque anni non mangia se non guarda Doraemon. |
9 | আমার আট বছরের ছেলের স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক নিয়ে ভীষণ সমস্যা। | Non fa i compiti né va a letto per tempo se non glielo lascio guardare. |
10 | তার সঙ্গ দেওয়ার জন্য একটা ডোরেমন দরকার, যে তার সমস্যাগুলোর সমাধানও করে দেবে। | Un'altra madre ha inviato una lettera al Daily Prothom Alo [bn]: |
11 | এই বিড়াল রোবটটির নাম ডোরেমন। শিশুদের কাছে অসম্ভব জনপ্রিয় সে। | Mio figlio di otto anni dice che non può fare i compiti solo con quello che impara a scuola. |
12 | ছবি উইকিপিডিয়া থেকে নেয়া। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | Ha bisogno di un robot come Doraemon che lo assista e risolva tutti i suoi problemi. |
13 | ‘ডোরেমন' জাপানি একটি কার্টুন। | Questo gatto robot si chiama Doraemon. |
14 | মূলত এটি একটি কমিক সিরিজ। | Immagine da Wikimedia. |
15 | জাপানের জনপ্রিয় ‘মাঙ্গা' সিরিজের কমিক এটি। | CC BY-SA |
16 | ডোরেমন হলো দ্বাবিংশ শতাব্দী থেকে আসা একটি ক্যাট রোবট। | Doraemon [it] è un cartone animato giapponese derivato da un popolare manga. |
17 | সে টাইম মেশিনে ভর করে আসে অতীতে অর্থাৎ বর্তমান সময়ে। তার পরিচয় ঘটে নবিতা নামের এক স্কুলছাত্রের সঙ্গে। | Doraemon, un robot a forma di gatto senza orecchie, viaggia indietro nel tempo dal ventiduesimo secolo per aiutare un bambino che va a scuola, Nobita Nobi. |
18 | সেখান থেকেই কাহিনীর সূত্রপাত। | La storia comincia da qui. |
19 | নবিতা খুবই ফাঁকিবাজ, অলস প্রকৃতির ছেলে। | Nobita è un bambino pigro che non si porta dietro nient'altro che sfortuna. |
20 | নবিতাকে বদলে দিতে ডোরেমন সবসময় চেষ্টা করে এবং ২১ শতাব্দীর বিভিন্ন গেজেট দেয়। কিন্তু নবিতা গেজেটগুলোর ভুল ব্যবহার করে। | Doraemon prova ad aiutarlo usando gadget del ventiduesimo secolo, che Nobita usa nel modo sbagliato finendo in guai perfino peggiori. |
21 | ডোরেমনের বিষয়গুলো মজার হলেও কতটা শিক্ষণীয় সে বিষয়ে রয়েছে বিতর্ক। কারণ সে নবিতাকে যেসব টিপস দেয় সেগুলোর মধ্যে পড়ালেখার ফাঁকিবাজির টিপসও আছে। | Le storie di Doraemon sono divertenti, ma è opinabile quanto possano essere usate a fini educativi, poiché molti dei consigli che Doraemon dà a Nobita includono barare e dire bugie. |
22 | বাংলাদেশের শিশুরা ডোরেমন দেখছে হিন্দি ডাবিংয়ে। | Doraemon è trasmesso nella regione, doppiato in hindi, via satellite. |
23 | হিন্দি ভাষায় দেখার কারণে, তারা এখন অনেক হিন্দি বাক্য বলতে পারে। | A causa dell'esposizione prolungata al cartone animato, molti bambini hanno imparato a dire alcune frasi in hindi. |
24 | এবং বাবা-মা কিংবা পরিবারের অন্যদের সাথে কথা বলতে গিয়ে বাংলা না বলে হিন্দি বাক্য ব্যবহার করে। | Usano perfino l'hindi quando si rivolgono ai membri della loro famiglia invece di parlare nella loro lingua madre, il bengalese. |
25 | আর এটাই বেশ বিতর্কের সৃষ্টি করেছে। | E questo ha generato un lungo dibattito. |
26 | আবার কেউ কেউ বলছেন, শিশুরা প্রোগ্রামের প্রধান চরিত্র নবিতার মতো পড়াশোনায় ফাঁকি দেয়া শিখছে। | Molti sostengono che questi bambini stiano imparando a non fare i compiti e barare come il protagonista Nobita. |
27 | এই বিতর্ক গণমাধ্যম থেকে শুরু করে সাধারণের ড্রয়িংরুম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। | Questo dibattito si sta allargando dai media più popolari ai salotti privati. |
28 | অনেকে দাবি তুলেছেন, বাংলাদেশে ডিজনি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। | Molti hanno richiesto che la trasmissione del Disney Channel venga interrotta. |
29 | যেমন সামহোয়ারইনব্লগে কনক বর্মন বলেছেন: | Kanak Barman [bn] scrive su Somewhereinblog: |
30 | ডোরেমনে'র কারণে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাচ্চারা হিন্দি ভাষা মুখস্ত-ঠোটস্ত করে ফেলতেছে…অথচ, বাংলা ঠিক মত বলতেও পারছে না। | Le vittime principali del cartone animato di Doraemon sono i bambini più piccoli, che non sanno nemmeno parlare in bengalese fluentemente ma stanno imparando l'hindi con facilità. |
31 | অবস্থা এমন যে, এই মুহুর্তে যদি এই চ্যানেলে'র সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া না হয় তাহলে আগামীতে দেশে ঠিক মত বাংলা বলার থেকে হিন্দি বলা ছেলে-মেয়ের সংখ্যা হয়ে যাবে বেশি। | Questo rappresenta una minaccia di portata tale che se le trasmissioni del canale non vengono interrotte subito in quella fascia d'età ci saranno più bambini che parlano hindi che non bengalese. |
32 | তাই, যত দ্রুত সম্ভব এই চ্যানেলটির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া উচিৎ। | Di conseguenza questo canale dev'essere bloccato in Bangladesh il prima possibile. |
33 | ব্লগবিডিনিউজ২৪ডটকমের ব্লগার শাহরিয়ার শফিক তবে এ অবস্থার জন্য দায়ী করেছেন দেশের টিভি চ্যানেলগুলোতে শিশুদের জন্য অনুষ্ঠান না থাকাটাকেই: | D'altra parte, Shahriar Shafique [bn] di BlogBDNews24.com attribuisce la responsabilità di questa situazione alla mancanza di programmi popolari per bambini in bengalese: |
34 | বাংলাদেশে এই মুহুর্তে দেড় থেকে দুই ডজন চ্যানেল আছে। | |
35 | কিন্তু সেই চ্যানেলগুলোতে শিশুদের জন্য কোন অনুষ্ঠান নেই বললেই চলে। | Ci sono oltre 20 canali in Bangladesh ma non hanno sufficienti programmi di qualità per bambini. |
36 | যতদূর মনে পড়ে বিটিভিতে সাপ্তাহিক ভিত্তিতে সিসিমপুর, মীনা এবং মনের কথা নামে তিনটা অনুষ্ঠান চালু আছে, দেশ টিভিও মাঝে মাঝে মীনা কার্টুন দেখায় এবং অন্য দুয়েকটা চ্যানেল টম এন্ড জেরি ডাবিং করে দেখায়। | Per quanto mi ricordi ci sono tre buoni programmi, come Sisimpur [en], Meena [en], e Moner Kotha che vengono trasmessi da BTV qualche volta alla settimana. Anche Desh TV trasmette il cartone animato Meena e alcuni canali doppiano gli episodi di Tom & Jerry. |
37 | শিশুদের অনুষ্ঠান বলতে সব মিলিয়ে এই গোটা চারেক। | Solo questi pochi programmi sono popolari, ma vengono trasmessi solo per brevi periodi. |
38 | বাকী সব ধারাবাহিক নাটক, খবর, টক-শো, রান্নার অনুষ্ঠান আর প্রতিভা অন্বেষণের জোয়ারে ভরা; যা শিশুদের রঙ্গিন জগতে মূল্যহীন। | Per il resto della giornata ci sono solo altri programmi che hanno poca importanza per i bambini, come soap opera, notizie, talk show, programmi di cucina e talent show. |
39 | কাঠখোট্টা কথাবার্তা, হাঁড়ি-কড়াইয়ের ঘটমটি কিংবা প্রেম-রোমান্স-ট্রাজেডি এসব জটিল বিষয় শিশুদের আকর্ষণ করে না। | Talk show incomprensibili, faccende di cucina e tragedie d'amore e romanticismo non interessano ai bambini. |
40 | ব্লগার ফাহমিদুল হক অবশ্য মনে করেন না ডোরেমনের কারণে বাংলা ভাষা বিপদে পড়বে: | Il blogger Fahmidul Haque [bn] non pensa che Doraemon possa mettere a rischio il bengalese: |
41 | বাংলা ভাষার নিজস্ব একটি শক্তি রয়েছে, যা অনুপ্রবেশকারী ভাষার বিপরীতে নিজেকে টিকিয়ে রাখে। | Il bengalese ha una la capacità inerente di proteggersi dall'aggressione delle lingue straniere. |
42 | নব্বই দশকের শুরুর দিকে স্যাটেলাইট-কেবল টিভি আসার পর সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল-ভাষা ও সংস্কৃতি উভয়ই বুঝি রসাতলে গেল! | Quando arrivò la televisione satellitare nei primi anni novanta la gente pensò che la cultura e la lingua del loro Paese sarebbero state rovinate. |
43 | কিন্তু স্থানীয় ভাষা ও সংস্কৃতি কেবল টিভির সঙ্গে অভিযোজন ঘটিয়েছে। | Ma le lingue e culture locali si adattarono ai cambiamenti. |
44 | নিজেরাই বাংলা ভাষায় বহু চ্যানেল চালু করেছে। | Molti canali in bengalese emersero. |
45 | সেই সময় বহুলশ্রুত ‘অপসংস্কৃতি' প্রত্যয়টির কথা আজকাল আর তেমন শোনা যায় না। | Quindi ora non sentiamo parlare molto di “culture aliene”. |
46 | ডোরেমন যদি সত্যিই বাংলা ভাষাকে বিপদে ফেলে দিয়ে থাকে, তবে এর সহজ সমাধান হলো সিরিজটির ফ্র্যাঞ্চাইজি কিনে বাংলায় ডাব করে প্রচার করা। | Se Doraemon sta davvero creando problemi, la soluzione più semplice è comprare i diritti della serie e trasmetterla dopo averla tradotta in bengalese. |