# | ben | ita |
---|
1 | ভারত: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত | India: Esplosione a Delhi, frustrazione per l'ennesimo attentato |
2 | আজ সকালে দিল্লি হাইকোর্ট ভবনের সামনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ব্যক্তি নিহত এবং প্রায় ৫০ জনের বেশি নাগরিক আহত হবার সংবাদ পাওয়া গেছে। | Sono almeno 12 le persone rimaste uccise [it], e 75 i feriti, nell'esplosione [en, come tutti i link successivi tranne ove diversamente segnaato] avvenuta davanti all'ingresso dell'Alta Corte di Delhi la mattina del 7 settembre. |
3 | আপাতত মনে হচ্ছে এক একটি সুটকেসের ভেতরে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা রাখা হয়েছিল, তবে প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত জারী রয়েছে। | Sembra che la bomba, ad alto potenziale, fosse celata in una valigia, anche se sono ancora in corso le indagini per appurare l'esatta dinamica dell'attentato. |
4 | এই ঘটনায় নেট নাগরিকরা বিস্ময় এবং ক্ষোভের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। | Le reazioni dei netizen su twitter sono sospese tra lo shock e la rabbia. |
5 | @আদিত্যপাটোয়ারী - দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণ! | @adityapatawari - Esplosione all'Alta Corte di Delhi! |
6 | নিরাপত্তা সংস্থা সমূহের এক ক্রমাগত ব্যর্থতা ! | E' un grave fallimento dei servizi di sicurezza! |
7 | #দিল্লি #বিস্ফোরণ #ভারত http://goo.gl/fb/Qu4Kt | #delhi #blast #india http://goo.gl/fb/Qu4Kt |
8 | @আদিত্যপাটোয়ারী : কেন বিস্ফোরণের পর সতর্কতা জারী করা হল? | @adityapatawari: Perché si lanciano gli allarmi_dopo_le esplosioni? |
9 | নিরাপত্তা সংস্থা কি বিস্ফোরণের আগে সর্তক থাকতে এবং দিনটিকে রক্ষা করতে পারে না? | Non era meglio che i servizi fossero all'erta prima dell'esplosione, in modo da impedirla? |
10 | #দিল্লি #ব্লাস্ট #ভারত | #delhi #blast #india |
11 | @শেখরকাপুর: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ার সংবাদ আসছে, এক ভয়াবহ বিপর্যয়, আরো একবার সন্ত্রাস ভারতকে আঘাত করল। | @shekharkapur: Si susseguono le notizie sul conto dei morti nell'esplosione davanti all'Alta Corte a Delhi. Una terribile tragedia, ancora una volta il terrorismo colpisce l'India. |
12 | @এওয়াইএস৭: দিল্লি হাইকোর্ট-এর বাইরে বোমা বিস্ফোরণ……সন্ত্রাস আরো একবার আঘাত হানল!! | @ays7: Esplosione davanti all'Alta Corte di Delhi… il terrorismo colpisce ancora!! |
13 | দিল্লির হাইকোর্ট ভবন। | L'Alta Corte di Delhi. |
14 | ছবি ফ্লিকার-এর রমেশ লালওয়ানির ( সিসি বাই- এনসি ২. | Immagine dell'utente Flickr Ramesh Lalwani (CC BY-NC 2.0). |
15 | ০)। নেট নাগরিকরা টুইটারে অজস্র প্রশ্ন করেছে: | Sempre su Twitter, i netizen hanno subito preso a porsi diverse domande: |
16 | @আইআরএফহাবিব: সরকার বলছে যে আজকের বিস্ফোরণ সম্বন্ধে তাদের কাছে কোন তথ্য ছিল না, মে ২০১১-এ, যে ছোট আকারের বোমা বিস্ফোরণ হয়েছিল, দিল্লি পুলিশকে জাগিয়ে তোলার জন্য সেটাই কি যথেষ্ট ছিল না? | @irfhabib: Secondo il Governo nulla faceva presagire questo attentato. Non è bastata l'esplosione dello scorso maggio a dare una svegliata alla polizia di Delhi? |
17 | @ফাল্গুনি: দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটেছে এই সংবাদ শুনলাম, কেন এ ধরনের সংবাদ শোনার অভ্যাস হয়ে যাচ্ছে এবং প্রতিবার যেন প্রতিক্রয়া প্রদর্শনের পরিমাণ ক্রমশ: কমে আসছে? | @falguni: Ascolto le ultime dell'esplosione a Delhi. Perché ci stiamo abituando a questo tipo di notizie, e perché la reazione è via via meno intensa? |
18 | @ঘাজালওয়াহাব: সরকার দিল্লি হাইকোর্ট-এর সমানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে, সরকার যেন এটাই করতে পারে, অথবা সরকার-এর চেয়ে বেশী কিছু করতে পারে না? | @ghazalawahab: Il Governo condanna l'attentato all'Alta Corte di Delhi. E' il minimo che possano fare, o il massimo? |
19 | @কার্থি: যদি দিল্লির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দিল্লিকে# বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তার কি ভাবে অন্য সব এলাকাকে নিরাপত্তা প্রদান করবে। | @karthy: Se i nostri servizi di sicurezza non sono riusciti a proteggere Dehli dall'attentato [#blast] come possono pensare di difendere altri luoghi?. |
20 | @সাতিইয়ামনিশ: দিল্লিতে আবার বোমা বিস্ফোরণ ঘটল…ভয়াবহ বিষয়, আমাদের সরকার কখন শিক্ষা গ্রহণ করবে। | @satyamnish: Ennesimo attentato a Delhi… orribile. Quando imparerà la lezione, il Governo? |
21 | এই ঘটনায় সবাই প্রার্থনা এবং মন্তব্য করেছে: | Continuano ad arrivare punti di vista e preghiere per le vittime: |
22 | @জিতেশপিল্লাই: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে যারা নিহত হয়েছে তাদের জন্য নিরবে এক প্রার্থনা করছি। | @jiteshpillaai: Una preghiera silenziosa per quanti hanno perso la vita nell'esplosione di Delhi. |
23 | নিহত এবং আহতদের জন্য প্রার্থনা করছি। | Prego anche per i feriti e per quanti hanno perso i propri cari. |
24 | আমি অত্যন্ত দুঃখিত। | Mi dispiace. |
25 | @আসাজকেকে: দিল্লিতে আরো একবার বোমা বিস্ফোরণ ঘটল! | @ashajkk: Ancora un'esplosione a Delhi! |
26 | বেদনার্ত এবং বিরক্ত! | Deprimente e disgustoso! |
27 | @টেস্টআরটেস্টেড: ২০১১ সালে ইতোমধ্যে ভারত দশম বোমা বিস্ফোরণ উদযাপন করল। | @testertested: L'India festeggia il suo decimo attentato del 2011. Questa volta, addirittura davanti all'Alta Corte. |
28 | অভিনন্দন! | Congratulazioni! |
29 | এ ভাবে দিন কেটে যাবে #দেলহি হাইকোর্ট #দেলহিব্লাস্ট #কংগ্রেস | E' così che si fa. |
30 | @জানেমানা: দিল্লিতে বোমা বিস্ফোরণ! | #Delhi HC #delhiblast #congress |
31 | শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। | @jnemana: Bomba a Delhi: fra poco le dichiarazioni del Ministro dell'Interno. |
32 | আশা করি সরকারে গোয়েন্দা বিভাগ যে এই বিষয়ে কোন ধারনা লাভ করতে ব্যর্থ হয়েছে তার দায়িত্ব মাথায় নিয়ে তিনি পদত্যাগ করবেন। | Spero annunci le dimissioni, e che si riconosca l'incapacità del Governo a mettere insieme le informazioni di intelligence. |
33 | এছাড়াও ব্লগাররা এই ঘটনায় কাজে নেমে পড়েছে। তারা হেল্পলাইন বা সাহায্য সংস্থার নম্বরগুলো টুইট, ব্লগ করছে। | Ma i netizen si sono anche attivati prontamente, diffondendo su Twitter e sui blog i numeri per contattare i centralini di soccorso. |
34 | এদিকে এখনো অন্যরা নাগরিকদের অনুরোধ করছে যেন তারা জরুরী প্রয়োজন নয়, এমন কাজে আজকের জন্য বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যাতে ফোন লাইনগুলোকে ফ্রি রাখা যায়। | Altri ancora, ieri, hanno chiesto alla popolazione di fare la propria parte ricorrendo a strumenti alternativi di comunicazione per tenere le linee telefoniche libere il quanto più possibile. |
35 | @মিহিরবিজুর: যদি আপনি দিল্লিতে বাস করে থাকেন, তাহলে প্রথম যে কাজটি আপনি করতে পারেন, সেটি হচ্ছে ফোন লাইনগুলোকে জ্যাম বা ব্যস্ত না করে ফেলা। | @MihirBijur: Se siete a Delhi, la prima cosa che dovete fare è di NON intasare le linee telefoniche. |
36 | এর জন্য এসএমএস/ই-মেইল/ ফেসবুক/ টুইটার-এর মাধ্যমে যোগাযোগ করা। | Usate SMS/E-MAIL/FACEBOOK/TWITTER per comunicare. |
37 | #দেলহিব্লাস্ট পিএল আরটি | #DelhiBlast PL RT |