# | ben | ita |
---|
1 | অস্ট্রেলিয়া: বিশ্বে প্রথম ব্র্যান্ডবিহীন সিগারেট মোড়ক | Australia: ecco i pacchetti di sigarette “no-logo” |
2 | অস্ট্রেলিয়াতে ১লা ডিসেম্বর, ২০১২ তারিখে চালু হওয়া নজির সৃষ্টিকারী নতুন সাধারণ সিগারেট প্যাকেজিং (মোড়ক) আইনকে সন্তুষ্টির সঙ্গে সম্ভাষণ জানিয়েছে অধিকাংশ অনলাইন ব্যবহারকারী। | Lo scorso primo dicembre, in Australia è entrata in vigore una nuova legge che impone il “no-logo” sui pacchetti di sigarette. |
3 | টুইটার হ্যাশট্যাগ #সাধারণমোড়ক এবং “সাধারণমোড়ক” অনুসন্ধান করে মাত্র গুটি কয়েক নেতিবাচক টুইট পাওয়া গিয়েছে। | Oltre a rappresentare un precedente importante, l'iniziativa è stata accolta con piacere da molti netizen. |
4 | হাফিংটন পোস্ট পত্রিকা বিশ্বের এই প্রথমটির মধ্যে আন্তর্জাতিক স্বার্থের প্রতিফলন ঘটিয়েছে: | L'hashtag Twitter #plainpackaging [en, come i link successivi] e i risultati per i termini “plain packaging” sui motori di ricerca hanno raccolto davvero poche reazioni negative. |
5 | সাধারণ প্যাকেজিংয়ের মাধ্যমে প্যাকেট করা সিগারেট অস্ট্রেলিয়ার তাকগুলো ভরে উঠেছে। | La testata online Huffington Post ha riportato l'interesse riscontrato a livello internazionale su questo argomento. |
6 | এতে করে মহাসাগরীয় দেশটি সিগারেটের প্যাকেট থেকে সমস্ত তামাক কোম্পানীর লোগো এবং রং নিষিদ্ধ করা বিশ্বের প্রথম দেশে পরিণত হয়েছে। | I pacchetti di sigarette no logo sono appena sbarcati sul mercato in Australia, che diventa così il primo Paese al mondo ad abolire i marchi e i colori sociali dei produttori di tabacco. |
7 | তামাকের সাধারণ প্যাকেজিং আইন অস্ট্রেলিয়াতে কার্যকর হয়েছে ছবি মারিয়া ঙ্গুইয়েন © কপিরাইট ডেমোটিক্স ১লা ডিসেম্বর ২০১২ | La legge sui pacchetti di sigarette “no-logo” è entrata in vigore in Australia Foto di Maria Nguyen © Copyright Demotix 01/12/2012 |
8 | অ্যান্ড্রু ডিক্সনের যৌনতা, ড্রাগ ও রাজনীতি ব্লগের অবস্থান এর মধ্যবর্তী কোন এক জায়গায়: | Nel suo blog Sex, Drugs & Politics Andrew Dixon prende una posizione intermedia: |
9 | তামাক কোম্পানীগুলো প্রকাশ্যে বলছে যে এটা কাজ করবে না। | I produttori di tabacco hanno annunciato pubblicamente che questa campagna non funzionerà. |
10 | ব্র্যান্ড সমতা সম্পর্কে আমার গবেষণা বলে সবচেয়ে নিশ্চিতভাবেই এটা কাজ করবে। | Le mie ricerche sul valore del brand provano il contrario. |
11 | সরকার একে “পরিবারগুলোর জন্যে একটি জয়” হিসেবে অভিহিত করে বলেছে যে এটাই তাদের করা সবকিছু। | Il governo ha ribattezzato l'iniziativa come “una vittoria per le famiglie”, esattamente come chiama tutto il resto. |
12 | ব্রান্ড যুদ্ধে স্বাগতম, যেখানে একটি প্রবর্তনের ব্র্যান্ড করার অধিকার নিয়ে যুদ্ধের সদ্য পরিসমাপ্তি ঘটেছে। | Benvenuti nella Guerra dei Marchi, dove la lotta per il diritto di apporre un marchio aziendale su dei prodotti è stata appena persa. |
13 | কিন্তু তিনি এটাকে ভাল-মন্দ উভয়ভাবে গ্রহণ করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে: | Senza però evitare di considerare la faccenda da entrambi i punti di vista: |
14 | প্রশ্নাতীতভাবে, সাধারণ প্যাকেজিং জনস্বাস্থ্যের জন্যে একটি ইতিবাচক ফলাফল। | Indubbiamente, le sigarette no-logo avranno un impatto positivo sulla sanità pubblica. |
15 | তবে অ্যান্ড্রু আইনি এবং বাণিজ্যিক বিভিন্ন দিক সম্পর্কেও চিন্তিত: | Eppure, sono anche i risvolti legali e commerciali della questione a preoccuparlo: |
16 | কিন্তু এটি সরকারের ব্যক্তিগত মেধা সম্পত্তি চুরি (বা ধ্বংস) করার একটি অগ্রহণযোগ্য উদাহরণ সৃষ্টি করে। | Ma, in ogni modo, la nuova legislazione stabilisce un precedente inaccettabile, permettendo al governo di sottrarre (o distruggere) proprietà intellettuale personale e dal valore inestimabile. |
17 | ব্লগার ডন এটকিন ভাবছেন ‘সাধারণ সিগারেটের প্যাকেট জনস্বাস্থ্যের জন্যে কী একটি মহা কৃতিত্ব?': | In un suo articolo (‘Are plain cigarette packets a great public health achievement?', “Sigarette no logo: una vittoria per la sanità pubblica?”), il blogger Don Aitkin espone il seguente punto di vista: |
18 | আমি কর্তৃত্বশীল রাষ্ট্রের সমর্থক নই এবং (আর তাই) সিগারেটের সাধারণ প্যাকেজিংকে হবু-নিয়ন্ত্রকদের কাছে জনস্বাস্থ্যের জন্যে একটি মহান বিজয়ের চেয়ে বড় কোন সাফল্য হিসেবে দেখি না। | Non sono un sostenitore dello Stato-balia e considero l'introduzione dei pacchetti di sigarette no logo come un successo per gli apiranti regolatori, piuttosto che una vittoria per la sanità pubblica. |
19 | সম্ভবতঃ এটা অল্পবয়সীদের একটা ব্যয়বহুল এবং অস্বাস্থ্যকর অভ্যাস গ্রহণের প্রবণতা আরো বেশি করে কমাবে। | Forse scoraggerà i giovani nel prendere un vizio costoso e non salutare. |
20 | তবে আমি জনগণকে হদ্দ বোকার পরিবর্তে যুক্তিশীল বিবেচনা করে আরো ভালভাবে তথ্য প্রদানের পথ বেশি পছন্দ করতাম। | Ma avrei preferito che ciò avvenisse attraverso un'informazione di qualità, che considera le persone come esseri dotati di un cervello, piuttosto che degli idioti. |
21 | তবে পরিবর্তনগুলোর প্রতি ধূমপায়ীদের যুক্তিহীন একটি প্রতিক্রিয়াও রয়েছে বলে মনে হচ্ছে। | Tuttavia, le reazioni dei fumatori nei confronti di questa iniziativa sembrano contenere elementi di irrazionalità. |
22 | আপাতদৃষ্টে কিছু ধূমপায়ী মনে করে যে তাদের পুরানো ব্র্যান্ড যুক্ত সিগারেটগুলো থেকে সাধারণ প্যাকেটের সিগারেটের স্বাদ বেশী খারাপ। | Apparentmente, alcuni fumatori credono che le sigarette vendute nei pacchetti no logo abbiano un sapore peggiore rispetto a quelle vendute nelle confezioni tradizionali. |
23 | কেউ কেউ একে স্বাস্থ্য মন্ত্রীর শুধু একটি চালাকী মনে করেন। | Alcuni sono convinti del fatto che si tratti di una trovata del Ministero della Sanità. |
24 | জনাব লিওপল্ড নয়। তিনি জলপাই সবুজ ধূমপানের প্যাকেট…স্বাদ কী ভিন্ন? | Ma non si può dire lo stesso nel caso di Mr Leopold, che ha iniziato una discussione intitolata Olive green smoke packets…different taste ? |
25 | আলোচনার সূত্র শুরু করেছেন এইউএসআরসি. কম/ফোরাম [আরসি= রিমোট কন্ট্রোল]-এ:: | (“Secondo voi, le sigarette contenute nei pacchetti verde oliva hanno un sapore diverso?”) sul forum ausrc.com/forum: |
26 | আসল প্যাকেটগুলোর তুলনায় নতুন *** সবুজ প্যাকেটগুলোর ধোঁয়ার মধ্যে ভিন্ন স্বাদ আছে কিনা দেখার জন্যে সেখানে ধূমপায়ীদের কেউ আছে কী?? | Qualcuno tra voi fumatori trova che le sigarette contenute nei nuovi pacchetti color verde oliva abbiano un sapore diverso? |
27 | সবুজ প্যাকেটগুলোর স্বাদ একই রকম নয় এবং সেগুলোর স্বাদ পাদের মতো। | Queste nuove non sembrano le stesse, sanno di merda. Non è un condizionamento psicologico. |
28 | এটা শুধু মানসিক চিন্তার ব্যাপার নয়, কারণ নতুন সিগারেটগুলো আমি এমনকি অর্ধেক ভরা একটি পুরানো প্যাকেটে ঢুকিয়ে মিশিয়ে নিয়েছিলাম এবং সেগুলোর স্বাদ লক্ষণীয়ভাবে ভিন্ন (নয় কি)? | Come si spiega il fatto che, nonostante abbia messo alcune sigarette in un vecchio pacchetto ancora mezzo pieno e, dopo averle mischiate, trovo ancora che il sapore sia notevolemente differente? |
29 | আনলিসড-এ বিজ্ঞাপনী সংস্থা ন্যাকেড কমিউনিকেশনস-এর যোগাযোগ এবং বিপণন গুরু এডাম ফেরিয়ার এই অসম্ভাব্য ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন: | Adam Ferrier, esperto di marketing e comunicazione dell'agenzia pubblicitaria Naked Communications, cerca di spiegare questo inverosimile fenomeno nella rubrica Unleashed sul sito del canale televisivo ABC: |
30 | আমরা কোন কিছুর স্বাদ নেওয়ার সময় আমরা এটা কিসের মতো মজা সেটা নথিবদ্ধ করি না, (বরং) আমরা স্বাদটি তৈরী করি - আমরা এটাকে তৈরী করি হাতে পাওয়া তথ্যের উপর নির্ভর করে। | Quando si assaggia qualcosa, il nostro cervello non registra il sapore in sé, bensì siamo noi a crearlo - immaginandolo, a seconda delle informazioni che abbiamo a portata di mano. |
31 | …একটা সিগারেটের স্বাদ নেওয়ার সময় সমস্ত বিজ্ঞাপন সেই সিগারেটের স্বাদে অবদান রাখে। | … Quando si assapora una sigaretta, la pubblicità contribuisce nell'influenzarne il sapore. |
32 | যাইহোক, তিনি আইনটির একজন সমর্থক: | Ciò nonostante, Ferrier sostiene la legislazione appena introdotta: |
33 | প্রতিটি সরকারের উদ্যোগের - বিজ্ঞাপন নিষিদ্ধ করা থেকে সরবরাহ সীমিতকরণ, কর বাড়ানো থেকে সাধারণ প্যাকেজিং পর্যন্ত - একটি প্রভাব রয়েছে। | Tutte le iniziative governative - a partire dall'abolizione della pubblicità, alla limitazione della distribuzione, all'aumento delle tasse fino ad arrivare ai pacchetti no logo - stanno avendo degli effetti. |
34 | এটা যদি একটি কর্তৃত্বশীল রাষ্ট্রের বৈশিষ্ট্যসূচক চিহ্ন হয়ে থাকে, তাহলে খুব অল্পবয়সে ক্যান্সারে মারা যাওয়া একজন ধূমপায়ীর ছেলে হিসেবে আমি আনন্দের সঙ্গে বলবো “গু গু গা গা। | Se questo è il marchio di garanzia dello Stato-balia, allora il figlio di un fumatore morto di cancro in giovane età potrà felicemente affermare: “Goo goo ga ga. |
35 | আমাদের দেখাশোনা অব্যহত রাখুন।” | Continuate a prenderci cura di noi.” |
36 | যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের মতো অন্যান্য দেশ একই ধরনের ধূমপানবিরোধী আইন প্রবর্তনের বিবেচনা করছে। | Altri Paesi, tra cui il Regno Unito e la Nuova Zelanda, stanno prendendo in considerazione l'introduzione di provvedimenti simili in materia. |
37 | দি হাফ ধারণাটি সম্পর্কে মার্কিন প্রতিক্রিয়া জানতে চাইলে ৪০০-এর উপর মন্তব্য লাভ করেছে। | L'Huffington Post ha ricevuto oltre 400 commenti dopo aver chiesto le opinoni dei cittadini statunitensi. |
38 | লরেন্টডিস্কার্ড-এর প্রতিক্রিয়া খুবই ইতিবাচক: | LorentDiscard esprime un giudizio molto positivo: |
39 | এটি একটি মহা উন্নয়ন। | È un grande passo Avanti. |
40 | ইতোমধ্যে অবিশ্বাস্য প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় যে এমনকি কঠিন আসক্ত ধূমপায়ীরাও তাদের ব্র্যান্ড কম উপভোগ করে বলে মনে হয়। | Ci sono già prove concrete sul fatto che persino i fumatori incalliti sembrano non gradire i marchi più di tanto. |
41 | আমি নিষেধাজ্ঞায় বিশ্বাস করি না। তবে আমাদের শিশুদের রক্ষা করার সমষ্টিগত দায়িত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাবো। | Non credo nel proibizionismo, ma credo fortemente nella responsabilità collettiva nel proteggere i nostri figli, e sarà lì che vedremo l'impatto maggiore. |
42 | এইচজিকোহান আরো একটি উদারবাদী মতামত পোষণ করেন: | Hgcohan ha una visione più liberale: |
43 | কর্তৃত্বশীল রাস্ট্র, নাক গলানো সরকার। | Stato-balia, governo invadente. |
44 | স্বাধীনতা মানে ‘মুক্ত থাকা।' | Libertà significa “liberi di essere”. |
45 | বিশ্বে কোন সরকার কিভাবে সিগারেটের প্যাকেজিং সম্পর্কে রায় দেয়ার একটি পথ খুঁজে পেয়েছে? | Com'è possibile che il governo abbia trovato un modo per stabilire le regole sulla produzione e il branding dei pacchetti di sigarette? |
46 | এটা সরকারের সীমা অতিক্রমের স্থূল প্রমাণ। | Questa è la pura e semplice prova che il governo ha oltrepassato il limite. |
47 | তামাক শিল্প যুক্তি দেখিয়েছে যে সাধারণ প্যাকেজিং অবৈধ ব্যবসা ও চোরাচালান বৃদ্ধি করবে। | I produttori di tabacco ritengono che l'adozione dei pacchetti no-logo aumenterà il rischio di contrabbando e traffico illegale. |
48 | এটা বর্তমান যুক্তরাজ্যে প্রতিফলিত হয়েছে। (আলোচনা এখানে) | Ciò viene a galla nell'attuale dibattito pubblico in corso nel Regno Unito. |
49 | অদূর ভবিষ্যতে অন্য কোন দেশ অস্ট্রেলিয়ার নেতৃত্ব ভূমিকা অনুসরণ করলে সেটা দেখতে ভাল লাগবে। | Sarà interessante vedere se altri Paesi seguiranno le orme dell'Australia nel prossimo futuro. |