# | ben | ita |
---|
1 | হাঙ্গেরী: উপশহরের ধোঁয়াশা কমানোর স্টেশন | Ungheria: una “installazione per la riduzione dello smog in centro città” |
2 | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বুদাপেস্টের বালা লুজাজাহ স্কোয়ারে এক অদ্ভুত কাঠামোর উপর সবার দৃষ্টি পড়ে। | La scorsa settimana, una strana installazione ha fatto la sua comparsa sulla piazza Blaha Lujza [in] a Budapest. |
3 | টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টস (ডিভিয়ান্ট স্পেস ওয়ার্কিং গ্রুপ) নামক প্রতিষ্ঠান দেশটির উন্মুক্ত স্থানে ও শিল্প উঁৎসবে তাদের শিল্পকর্ম প্রদর্শন করে। | |
4 | এই উৎসবের নাম প্লাসস। | |
5 | এই কাঠামো বা শিল্পকর্মের নাম ডাউনটাউন স্মগ রিডাকশন স্টেশন বা উপশহরের “ধোঁয়া ও কুয়াশার মাধ্যমে সৃষ্ট ধোঁয়াশা (ধোঁয়া+ কুয়াশা) নামের দূষণ কমানোর স্টেশন”। | |
6 | রিচার্ড বাকমিনিস্টার ফুলার ও শহরের পরিবেশ নিয়ে যারা কাজ করে, তাদের এক নতুন চিন্তা থেকেই এই কাঠামোটি নির্মাণ করা হয়। | |
7 | কেপাগিয়ার ব্লগের আন্দ্রেস ফোলডেস (ছবি ইমেজ ফ্যাক্টরি, হাঙ্গেরির সৌজন্যে) জানাচ্ছেন: | L'opera di Téreltérítés Munkacsoport (‘Gruppo di Lavoro Spazio Devianti') era parte del festival artistico dello spazio pubblico della capitale, chiamato Placcc [in]. |
8 | বালাহ লূজাজা স্কোয়ারের এই কাঠামোটিকে আলোকজ্জল এস্কিমোদের ঘর ইগলু হিসেবে জানা যাচ্ছে। | L'installazione - “Postazione per la riduzione dello smog in centro città [in]” - è stata realizzata seguendo il progetto di Richard Buckminster Fuller [it], e ha sintetizzato diverse idee sull'ambiente urbano. |
9 | এটি তরুণ শিল্পী ও স্থাপত্যবিদ দের কাজ। | András Földes del blog [ung] Képgyár (Fabbrica dell'immagine) spiega: |
10 | এটা জৈবিক ভাবে ধোঁয়াশা পরিষ্কার করতে পারে। এই শিল্পকর্মের উদ্দেশ্য লক্ষ্য। | L'igloo luminoso installato nella piazza Blaha Lujza dà a vedere che si tratta di un'opera di giovani artisti ed architetti, inoltre pulisce l'aria carica di smog grazie a strumenti biologici. |
11 | দূষণ সব সময়ের জন্য খারাপ একটা বিষয়। অন্য দিকে পরিষ্কার বাতাস শরীরের জন্য স্বাস্থ্যকর। | Si tratta di un obiettivo nobile, dopotutto l'aria inquinata è dannosa, e l'aria pura, per contro, è decisamente salubre. |
12 | তবে তারপরেও ভবিষ্যৎ-এর কোন কাঠামো নির্মাণ প্রথমেই সবাইকে বিস্মিত করে। | Eppure, l'euforia intorno all'installazione futuristica è stata sorprendente in un primo momento. […] |
13 | প্লাসাস উৎসবের ওয়েব সাইট অনুসারে: | Secondo il sito internet [in] del festival Placcc: |
14 | যদিও এই দল ভবিষ্যৎ-এর স্থাপত্য নিয়ে কাজ করে, তারপরেও ভিন্ন বিষয় থেকে স্থাপনাকে দেখার গুরুত্ব অনুভব করেছে। কেবল স্থাপত্য কলার দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানুষ এবং স্থানের সাথে জন গুরুত্বপূর্ণ স্থানের যোগ সূত্রের উপর তারা গুরুত্ব প্রদান করেছে। | I membri del gruppo, composto da futuri architetti, hanno ritenuto tuttavia che fosse importante approcciare lo spazio sotto altri aspetti, non solo ed esclusivamente dal punto di vista dell'architettura, così da poter esplorare la relazione tra esseri umani e spazialità tramite l'arte negli spazi pubblici. |
15 | প্লাসিস উৎসবে বিশ্বাস করা হয় যে উন্মুক্ত স্থানের তারা কেবল পর্যবেক্ষক নয়, তারা তাকে একটি নির্দিষ্ট আকার দিতে পারে এবং তাকে রূপান্তর করতে পারে। | Il punto di partenza dell'opera che il gruppo realizza per il festival PLACCC è la convinzione che non siamo dei semplici osservatori dello spazio, pubblico e meno, ma che possiamo attivamente modellarlo e parteciparne della trasformazione. |
16 | এই ছবিটি তুলেছে রোজমি, এখানে দেখাচ্ছে একটা প্লাস্টিকের ইগলু, এলাকার পরিবেশ পরিষ্কার করার জন্য এই শৈবালের কাঠামো এখানে রাখা হয়েছে। | |
17 | আন্দ্রেস ফোল্ডেস টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টসের প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন এই তথাকথিত ধোঁয়াশা কমিয়ে আনার যন্ত্রের কাজ সম্বন্ধে। | Questa foto, scattata da Rozmy [in], mostra il filtraggio delle alghe realizzato all'interno dell'igloo di plastica: András Földes ha chiesto al leader del Téreltérítés Munkacsoport di illustrare il funzionamento del cosiddetto ‘riduttore di smog': |
18 | […] এই পরিকল্পনার প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনতাল লাকনার পরিস্রুত শৈবালের জৈব প্রযুক্তির কাজের পদ্ধতি ব্যাখ্যা করেন এবং প্রতি বাক্যের শেষে তিনি যোগ করেন, এটা কেবল একটা শিল্প নয়, এই বিষয়টি কাজ করে। | […] Il direttore del progetto e professore [universitario] Antal Lakner, ha spiegato con entusiamo i principi di funzionamento del bio-catalizzatore di filtraggio delle alghe, aggiungendo dopo ogni frase che questo dispositivo funzionava veramente e che non si trattava di un mero oggetto d'arte. |
19 | লাকনার বলেন, “বর্তমান কালের এক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য শিল্পী, স্থাপত্যবিদ, জীববিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ সকলে মিলে এক সাথে কাজ করছে”। | “Qui un artista, un architetto, un biologo e un tecnico lavorano insieme per risolvere un problema concreto”, afferma Lakner, con un elmetto da lavoro con la scritta Alghe Ungheresi sulla testa. |
20 | লাকনানের মাথায় একটি শৈবাল ভর্তি হেলমেট রয়েছে যা পরিবেশ সংরক্ষণের কাজ নিয়োজিত। তিনি বলেন, একটি চিহ্নিত করা গাড়ি এখানে আসে এবং তখন এটি প্রদর্শন করে যে শৈবাল রাখা এই এলাকায় কি পরিমাণ অক্সিজেন তৈরি হয়। | “Un veicolo di rilevazione si è recato qui sul posto e ha dimostrato che la piantagione ha prodotto una quantità significativa di ossigeno”, ha aggiunto Lakner osservando affettuosamente la bolla di vetro occupata dalla silenziosa produzione di ossigeno. |
21 | নি:শব্দে তৈরি অক্সিজেন যে কাঁচের বোতলে দখল করেছে তার দিকে তাকিয়ে তিনি পরম সন্তুষ্টির সাথে তিনি এ কথা বলছিলেন। | |