# | ben | ita |
---|
1 | ইরানে “চ্যাট” কি খুবই বাজে শব্দ? | Iran: Chattare è un male? |
2 | সেখানে উইচ্যাট বন্ধ করে দেওয়া হয়েছে। | WeChat bloccato dalle autorità |
3 | ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বিভিন্ন সংবাদ সাইট এবং ব্লগে [ফার্সী ভাষায়] রিপোর্ট করেছে যে, তাঁরা সেখানে উইচ্যাট ব্যবহার বন্ধ করে দিয়েছে। | Secondo alcune notizie [fa, come tutti gli altri link salvo diversa indicazione] pubblicate su diversi siti e blog d'informazione, il fornitore di servizi internet della Repubblica Islamica ha bloccato l'accesso a WeChat [it]. |
4 | উইচ্যাট একটি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা অনলাইন সামাজিক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হন। | Si tratta di un'applicazione che consente ai possessori di smartphone di connettersi ai social network online. |
5 | যখন ইরানের প্রেসিডেন্ট নিজে এবং তার মন্ত্রীদের অন্তত কয়েকজন অনুগামীদের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করেন, তখন ইরানি নাগরিকদের জন্য ফেসবুকের মত সাইটে প্রবেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। | Mentre lo stesso presidente iraniano e almeno un altro paio di suoi ministri utilizzano varie piattaforme di social media per comunicare con i loro sostenitori, ai cittadini iraniani è impedito l'accesso a siti come Facebook. |
6 | ইরান ভাতান ডাস্ট এই খবর সম্পর্কে [ফার্সী ভাষায়] টুইট করেছেন: | L'utente Iran Vatan Dust ha commentato la notizia su Twitter: |
7 | পরবর্তী পদক্ষেপ হচ্ছে, তারা মানুষের চিন্তাধারা ফিল্টার করার চেষ্টা করবে। | La prossima cosa che tenteranno di filtrare sarà il pensiero del popolo. |
8 | ফার রানাক [ফার্সী ভাষায়] টুইট করেছেন: | L'utente Faaar Ranak ha aggiunto: |
9 | আপনি উইচ্যাট ব্যবহার করেন বা করেন না তা কোন ব্যাপার নয়। | Non importa se si usi WeChat o meno. |
10 | প্রধান সমস্যা হল, তারা এটি ফিল্টারিং করছে। | Il vero problema è che lo stanno filtrando. |
11 | ইরানি ব্লগার গিলবোয়গ্রিন লিখেছেন [ফার্সী ভাষায়]: | Il blogger iraniano Gilboygreen scrive: |
12 | কেন ইসলামী প্রজাতন্ত্রটি উইচ্যাট ফিল্টার করছে? | Perché la Repubblica Islamica ha filtrato WeChat? |
13 | কারণ, মানুষ যখন একে অপরের সাথে কথা বলে তখন তারা ভয় পায়। | Perché hanno paura quando le persone comunicano tra loro. |
14 | আজ সম্ভবত [একটি আবেদন] ফিল্টার করা হবে যার প্রতীক সংলাপ। | Oggi probabilmente [un'applicazione] viene filtrata, perché simboleggia il dialogo. |
15 | মানুষ একে অপরের সঙ্গে কথা বলার অনুমতি না দেওয়ার কি কারণ থাকতে পারে? | Per quale ragione alle persone non è consentito confrontarsi? |
16 | কর্তৃপক্ষকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। | Le autorità dovrebbero rispondere a questa domanda. |
17 | যখন সংলাপ, ধারনা এবং যোগাযোগের বিনিময়ের একটি চ্যানেল বন্ধ করা হয়, কিভাবে আপনি সংলাপের মাধ্যমে সমাজে মানুষের সমস্যা সমাধান আশা করতে পারেন? | Se un canale per il dialogo, lo scambio di idee e la comunicazione viene bloccato, come ci si può aspettare che le persone risolvano i problemi di una società attraverso il dialogo? |
18 | … “চ্যাট” শব্দটি ভয় করবেন না। | … Non temete la parola “chat”. |
19 | চ্যাট বিভিন্ন সমাজে গৃহীত একটি সহজ ও মানবিক আইন। | La chat è una semplice azione umana, accettata nelle più diverse società. |
20 | অন্য ব্লগার ১ইরনি [ফার্সী ভাষায়] লিখেছেন: | 1ironi, un altro blogger, commenta così: |
21 | অলিখিত আইন [ঐতিহ্য] মতে, খাদ্য সহ পণ্য যাই হোক না কেন, বিদেশ থেকে যা ইরানে আসে প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়… এই ধরনের বেশ কিছু উদাহরণ রয়েছে, সেসব পণ্য ধীরে ধীরে লক্ষ হয়ে উঠছে, যেমন টমেটো খাওয়া, টিভি দেখা [এগুলো সব হারাম, পাপিষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে]। | “Secondo una legge non scritta [la tradizione] qualsiasi prodotto - incluso il cibo - che arriva in Iran da lontano per la prima volta è bandito… Esistono molti esempi di questo tipo di prodotti, diventati dei bersagli, come per esempio mangiare pomodori e guardare la TV, [erano stati tutti etichettati come peccaminosi Haram [it] ]. |
22 | উইচ্যাট বন্ধ করতে বহু সংসদ সদস্য সম্প্রতি চাপ দিয়েছেন। কিন্তু আমরা এখনও সাইফনের [সেন্সর এড়ানোর সফটওয়্যার] মাধ্যমে এটি ব্যবহার করতে পারি। | Diversi deputati hanno fatto pressione per censurare WeChat, ma possiamo ancora accedervi con psiphon [un sistema di elusione [en] ]. |
23 | ইরানের নতুন প্রেসিডেন্টের [ফার্সী ভাষায়] একটি আঙুল ইশারা বিদ্রূপের সঙ্গে ইরানের ম্যান-মাসুদ ব্লগ: | Iran-man-massoud, sul suo blog, si rivolge con sarcasmo al nuovo presidente iraniano: |
24 | রুহানি, আপনাকে ধন্যবাদ। | Grazie Rouhani. |