Sentence alignment for gv-ben-20100626-11398.xml (html) - gv-ita-20100611-20529.xml (html)

#benita
1ইকুয়েডর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের ইকুয়েডর ভ্রমণEcuador: molti ‘tweet’ per commentare la visita ufficiale di Hillary Clinton
2যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত চার ঘন্টার একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।Martedì scorso 8 giugno, per quattro ore il Segretario di Stato statunitense [en] Hillary Clinton è stata ospite illustre a Quito, la capitale dell'Ecuador.
3মধ্যাহ্নে ইকুয়েডর সরকারের সদর দফতর কারন্দেলেত প্রাসাদে-এ ইকুয়েডরের রাষ্ট্রপতির এবং দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসংঘের (সাউথ আমেরিকান নেশন ইউনিয়ন বা ইউএনএএসইউআর) অস্থায়ী প্রধান রাফায়েল কররেয়ার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লিনটন সেখানে উপস্থিত হয়েছিলেন।A mezzogiorno la Clinton è arrivata al Palazzo di Carondelet [en], quartier generale del governo ecuadoregno, per un incontro con il presidente della nazione e con il responsabile pro tempore dell'Unione delle Nazioni Sudamericane (UNASUR) Rafael Correa [it].
4হিলারি ক্লিনটন তার বার্তাতে জোরালো ভাবে বলেছেন, “একবিংশ শতাব্দীর সমস্যা সমাধান করতে যুক্তরাষ্ট্র ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গী হতে চায়।Nel suo messaggio, la Clinton ha dichiarato in maniera eloquente: “Gli Stati Uniti vogliono agire di concerto con l'Ecuador e altri Paesi per risolvere i problemi del XXI secolo” [es].
5[স্প্যানিশ ভাষায়]Nella Sala Gialla del palazzo Carondelet.
6সংবাদিক সম্মেলনের সময় কারন্দেলেত প্রসাদের হলুদ কক্ষে হিলারী ক্লিনটন ও কাররেয়া।Clinton e Correa durante la conferenza stampa.
7ছবি প্রেসিডেন্সিয়া ডে লা রিপাবলিকা ডেল ইকুয়েডোরের।Foto della Presidenza della Repubblica dell'Ecuador
8মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের রাষ্ট্রদূত লুইস গালেগোস এক উদ্ধৃতিতে বলেছেন [স্প্যানিশ ভাষায়], ক্লিনটন অভিবাসন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার মত বিষয় আলোচনা করার জন্য কররেয়া এর সঙ্গে দেখা করেন [স্প্যানিশ ভাষায়]।Clinton ha incontrato Correa per parlare delle problematiche sull'immigrazione, la cooperazione, il commercio e la sicurezza regionale, come ha specificato l'ambasciatore dell'Ecuador negli Stati Uniti Luis Gallegos [es].
9গালেগোস জোরাল ভাবে বলেছেন, তারা অভিবাসন নিয়ে আলোচনা করছে এবং সভায় আলোচনার বিষয় সূচিতে প্রথমেই ছিল তথাকথিত আরিজোনা আইনের গ্রহণযোগ্যতার বিষয়টি।La discussione sull'immigrazione e sull'adozione della cosiddetta “Legge Arizona” è stata una priorità del programma, ha sottolineato Gallegos.
10এক হিসাব অনুসারে ইকুয়েডরের আনুমানিক প্রায় ২ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে বাস করে; কাজেই অভিবাসন-সংক্রান্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ ইকুয়েডেরবাসীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।Secondo le stime, circa due milioni di ecuadoregni vivono negli Stati Uniti e la questione dell'immigrazione rimane d'importanza fondamentale.
11গালেগোস উপসংহারে বলেন, ইকুয়েডর এবং ল্যাটিন আমেরিকাকে (আমেরিকার স্প্যানিশ ও পর্তুগীজভাষী অংশ) বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রের সাথে কথা বলার সময় আতঙ্কিত না হতে শিখতে হবে।L'Ecuador e l'America Latina devono imparare a non lasciarsi prendere dal panico quando vengono coinvolte nel dialogo con le potenze mondiali, ha concluso Gallegos.
12৮ জুন কুউটোতে কি ঘটেছিল সিআরই ব্লগ [স্প্যানিশ ভাষায়] তার সার-সংক্ষেপ করেছে।Il blog CRE [es] pubblica una sintesi degli avvenimenti svoltisi a Quito l'8 giugno.
13বেশির ভাগ অংশের ক্ষেত্রে তারা বলছে যে, দুটি দেশ জানাচ্ছে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এক সাথে কাজ করার ব্যপারে একমত হয়েছে।Per lo più riferiscono che entrambe le parti si sono accordate per lavorare insieme al fine di raggiungere gli obiettivi comuni.
14কররেয়া বলেন. দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ঠিক, তারপরে সেগুলোর সমাধান করা গেছে; এর সাথে তিনি যোগ করেন তারা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন, যেমন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই, এবং অভিবাসন।Correa ha sottolineato che i conflitti esistono, ma che sono stati tutti risolti; ha aggiunto che si sono accordati sui punti del programma, come ad esempio il rispetto per la democrazia, la lotta contro il traffico di droga e l'immigrazione.
15এছাড়াও কররেয়া বর্ণনা করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই ভ্রমণের পর দুটি দেশ আরো বড় লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাবে।Inoltre, Correa ha dichiarato che dopo questa visita i due Paesi lavoreranno insieme con maggiore entusiasmo.
16টুইটার ব্যবহারকারীরা ক্লিন্টনের ইকুয়েডর পরিদর্শন সম্বন্ধে তাদের মতামত ব্যক্ত করেছে।Gli utenti di Twitter hanno rilanciato varie impressioni in merito alla visita di Clinton in Ecuador.
17পাবলো কজ্জোগিলিওর [স্প্যানিশ ভাষায়] (@কজ্জোগিলিও) মত কিছু ব্যবহারকারী বিস্মিত:Alcuni, come Pablo Cozzaglio (@pablocozzaglio), si sono chiesti:
18[…]গ্রিঙ্গো (আমেরিকার নাগরিক) হঠাৎ ইকুয়েডরে কি খোঁজার চেষ্টা করছে?[…] Cosa stanno cercando i gringos, con quest'improvviso interesse per l'Ecuador?
19অন্যদিকে, অ্যান্ডি মারতিনেয [স্প্যানিশ ভাষায়] (@এনড্রেস৭৮) বেশ আশাবাদী ।Dall'altra parte, Andy Martinez (@andrs78) si sente più ottimista.
20সে টুইটার বলেছে:E scrive:
21হিলারি ক্লিনটন ইকুয়েডর-এ, হয়ত কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে?Hillary Clinton in Ecuador …. magari è un segno del cambiamento?
22উত্তর আমেরিকার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ক্লিনটন কিছু প্রস্তাব উথাপন করেছে।Come leader nordamericano di primaria importanza, Clinton ha suscitato enormi aspettative.
23তবে সকল ইকুয়েডরিয়ান তার পরিদর্শনে খুশি ছিল না।Tuttavia, non tutti gli ecuadoregni sembrano apprezzarne la visita.
24বামপন্থী একটিভিস্টদের একটি দল [স্প্যানিশ ভাষায়]কারন্দেলেত প্যালেস এর বাইরে প্রতিবাদ করেছে; তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এ আগমনে আপত্তি জানিয়েছিল এবং এমনকি তারা যুক্তরাষ্ট্রের একটি জাতীয় পতাকা পুড়িয়ে দেয়।Un gruppo di attivisti di sinistra [es] ha protestato nell'area antistante il Palazzo Carondelet; hanno criticato la visita del Segretario di Stato americano e bruciato una bandiera statunitense.
25বাধাদানকারীদের পপুলার ডেমেক্রেটিক মুভমেন্ট (এমপিডি) এবং ইকুয়েডরের মার্ক্সবাদীলেনিনপন্থী সাম্যবাদী দল (মার্ক্সসিষ্ট লেলিনিষ্ট কমিউনিস্ট পার্টি বা (পিসিএমএলই) সদস্য হিসেবে সনাক্ত করা হয়েছিল।I dimostranti sono stati identificati come affiliati al Movimento Democratico Popolare (MPD) e al partito comunista ecuadoregno marxista leninista (PCMLE).
26তারা চিহ্ন দেখিয়েছিল যে” বর্ণবাদী অভিবাসন আইন প্রত্যাহার করো“এবং “হিলারী ক্লিন্টন ইকুয়েডর ছাড় “।Hanno esposto cartelli che dicevano: “Abbasso la legge razzista per l'immigrazione” e “H.
27তবে টুইটার ব্যবহারকারী ভিসেন্তে আলভারাদো [স্পেনিশ ভাষায়] বিরোধীতাকারীদের সঙ্গে একমত নন।Clinton via dall'Ecuador.” Tuttavia, l'utente di Twitter Vicente Alvarado si dissocia dai dimostranti.
28তিনি তার একটি টুইটে উদ্ধৃতি করেন:In un suo tweet si legge:
29ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অগ্রগতি হচ্ছে… ক্লিনটনে সাথে বিরোধ তৈরির মাধ্যমে এমপিডি জনগণকে পিছনে ধরে রেখেছে।L'Ecuador fa progressi nei rapporti con gli Stati Uniti … l'MPD danneggia il popolo protestando contro Clinton.
30তারা কি জানে আমরা কি পরিমাণ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি?Ma lo sanno quanto vendiamo agli Stati Uniti? Ignoranti.