# | ben | ita |
---|
1 | নারীদের গাড়ি চালানো সমর্থন করায় সৌদি আরবীয় লেখক গ্রেপ্তার | Arabia Saudita: giornalista arrestato per aver difeso le donne al volante |
2 | তারিক আল মুবারক - একজন সৌদি লেখক যিনি তাঁর দেশে নারীদের গাড়ি চালানোয় সমর্থন দেবার জন্য গ্রেপ্তার হন। | Tariq Al Mubarak: il giornalista saudita arrestato per aver sostenuto il diritto delle donne del suo paese a guidare. |
3 | ছবিঃ ইমান আল নাজফান @সৌদিনারী | Foto presa da: Eman Al Najfan @Saudiwoman |
4 | সৌদি সাংবাদিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তারিক আল মুবারাককে গ্রেপ্তার করা হয়েছে। গোঁরা রাজতন্ত্রে নারীদের গাড়ি চালানোর সমর্থনে চালানো প্রচারাভিযানকে সমর্থন করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। | Tariq Al Mubarak, un giornalista e insegnante delle scuole superiori saudita, è stato arrestato [en] per aver dato il proprio sostegno a una campagna organizzata per consentire alle donne di guidare nella monarchia assoluta. |
5 | নারীদের গাড়ি চালাতে উৎসাহিত করতে এই সক্রিয় কর্মী গত ২৬ অক্টোবর তারিখে একটি ছবি এঁকেছেন, যার মাধ্যমে গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। | Le attiviste avevano fissato per il 26 ottobre [it, come tutti i link seguenti salvo diversa indicazione] la campagna per lottare contro il divieto di guida imposto alle donne, incoraggiandole a mettersi al volante. |
6 | রিপোর্ট অনুযায়ী, নারীরা যেন গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করতে সারা দেশ জুড়ে রাস্তায় পুলিশ চেকপয়েন্ট স্থাপন করা হয়। | Secondo quanto riferito, sono stati istituiti dei posti di blocco sulle strade del paese, per accertarsi che ci fossero solo uomini alla guida. |
7 | নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞাকে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সামাজিক এবং প্রথাগত রীতিনীতির নিজস্বতাকে দায়ী করা হচ্ছিল। | Per lungo tempo, il divieto di guida alle donne è stato attribuito alle caratteristiche sociali e al tradizionalismo dell'Arabia Saudita. |
8 | ২৬ অক্টোবরের পর এবং যেসব নারীরা গাড়ি চালানোর চেষ্টা করেছে তাঁদেরকে শাস্তি প্রদানের পর এটা আরো স্পষ্ট হয়েছে যে, নিষেধাজ্ঞা আরোপের কাজে সরকারের হাত রয়েছে। | Dopo il 26 ottobre e l'arresto di donne che hanno provato a guidare, la responsabilità del governo al riguardo è diventata più evidente. |
9 | কোন সীমানার তোয়াক্কা না করে রিপোর্টাররা আল মুবারাকের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চেয়েছেন। তাঁকে ২৭ অক্টোবর থেকে অপরাধী তদন্ত বিভাগে রাখা হয়েছে। | Reporter senza frontiere ha richiesto il rilascio immediato e senza condizioni di Al Mubarak, trattenuto presso il Dipartimento di Polizia Giudiziaria dal 27 ottobre, a quanto pare per aver criticato il divieto di guida alle donne nei suoi articoli. |
10 | তাঁর লেখা কলামে তিনি তাঁর দেশে নারী চালকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। | Su Twitter, l'hashtag #أطلقوا_طارق_المبارك [ar], ovvero “Liberate Tariq Al Mubarak”, sta raccogliendo consensi. |
11 | #أطلقوا_طارق_المبارك [আরবি] নামে একটি হ্যাশট্যাগ টুইটারে ব্যাপক সমর্থন পাচ্ছে। হ্যাশট্যাগটির বাংলা অর্থ হচ্ছে তারিক আল মুবারাককে মুক্তি দাও। | La blogger saudita Tamador Al Yami chiede ai lettori di firmare la petizione online per il suo rilascio: |
12 | মুবারাকের মুক্তির জন্য সৌদি ব্লগার তামাদোর আল ইয়ামি পাঠকদের অনলাইনে একটি আবেদন জানাতে বলেছেনঃ& | Un giornalista e professore arrestato per aver sostenuto#women2drive https://t.co/JwG5XtQspI #FreeTariqAlmubarak #أطلقوا_طارق_المبارك |
13 | #উইম্যান২ড্রাইভ কে সমর্থন করায় একজন সাংবাদিক এবং শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে। | - تماضر اليامي Tamador (@TamadorAlyami) October 31, 2013 |
14 | তিনি আরো [আরবি] বলেছেনঃ | E aggiunge [ar]: |
15 | তিনি কোন আইন ভঙ্গ করেননি। | Non ha infranto alcuna legge. |
16 | তিনি গভর্নরের আদালতের সামনে প্রতিবাদ জানাননি বা কোন ব্যক্তিগত সাহায্য চাননি। | Non ha manifestato davanti alla residenza del governatore né chiesto favori personali. |
17 | একটি সামাজিক বিষয়ে তিনি শুধুমাত্র তাঁর মতামত প্রকাশ করেছেন। | Ha solo espresso la sua opinione su una questione sociale. |
18 | যা ঘটছে, তা কি মেনে নেয়া সম্ভব? | Quello che gli sta succedendo è inaccettabile. |
19 | ইবতিসাম বলেছেনঃ | Ebtisam dice: |
20 | তারিক আল মুবারাককে মুক্তি দিন। কারন তিনি আমাদের অধিকার দাবি করেছেন এবং এই কারনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। | Liberate Tariq Al Mubarak perchè ha difeso i nostri diritti ed è stato arrestato per questo. |
21 | এবার তাঁর পক্ষে দাবি জানানোর পালা আমাদের। | |
22 | ডাঃ ওয়ালিদ আলমাজিদ লক্ষ্য করেছেনঃ | Adesso tocca a noi rivendicare i suoi. |
23 | তারিক আল মুবারাককে মুক্তি দিন। | Il Dott. Waleed AlMajed commenta: |
24 | তাঁকে এমন একটি ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে, যেটিকে সরকার কোন রাজনৈতিক ইস্যু নয়, বরং সামাজিক ইস্যু বলে আখ্যায়িত করেছে। | Liberate Tariq Al Mubarak, arrestato per una questione che il governo ha definito sociale e non politica. |
25 | এবং মাদেহা আল আজরুশ প্রশ্ন করেছেনঃ | E Madeha Al Ajroush chiede: |
26 | তারিককে শাস্তি দেয়া কি এটাই বোঝায় যে, প্রগতিশীল চিন্তা ভাবনাকে কেউ সমর্থন করতে পারবেনা। | Incarcerare Tariq significa non poter condividere una visione progressista#أطلقوا_طارق_المبارك #FreeTariqAlMubarak |
27 | #أطلقوا_طارق_المبارك#ফ্রিতারিকআলমুবারাক | Abo 3asam conclude scrivendo: |
28 | আবু ৩আসাম পরিশেষে বলেছেনঃ এদেশের কারাগার অনেকটা ফুসফুসের মতোঃ তাঁরা বিশুদ্ধ অক্সিজেনকে কারাগারে ভরে এবং বিপদজনক কার্বন ডাই-অক্সাইডকে মুক্ত করে। | I penitenziari di questo paese sono come i polmoni: imprigionano ossigeno pulito e rilasciano anidride carbonica pericolosa. |
29 | আরএসএফের প্রেসের স্বাধীনতার ইনডেক্স অনুযায়ী, ১৭৯ টি দেশের মধ্যে সৌদি আরব ১৬৩ তম অবস্থানে রয়েছে। | Stando all'indice della libertà di stampa di RSF, l'Arabia Saudita occupa il 163° posto su 179 paesi. |