Sentence alignment for gv-ben-20101101-13291.xml (html) - gv-ita-20101103-26086.xml (html)

#benita
1চীন: বাড়ীক্রেতাদের সচেতনতার জন্য সন্ত্রাসী জমি দখলের ঘটনা মানচিত্রে উপস্থাপনCina: Bloody Map, mappatura collettiva per segnalare sfratti e demolizioni forzate o violente
2উশাহিদি কিংবা ম্যাপ ওয়ার্ল্ড নয় বরং সামাজিক কর্মীরা গুগল ম্যাপের রক্তিম মানচিত্র ব্যবহার করছে এবং সচেতন যোগ্য বাড়ী ক্রেতাদের উপলক্ষ্য করে সারা চীন দেশের জোরপূর্বক জমি দখলের তথ্য সন্নিবেশ করেছে:Un attivista locale ha scelto Google Maps, piuttosto che Ushahidi [en, come tutti i link ranne ove diversamente segnalato] oppure Map World, come piattaforma per Bloody Map, progetto che raccoglie da tutto il Paese notizie di sfratti e demolizioni forzate, violente o finite nel sangue, rivolto in particolare ai potenziali nuovi acquirenti di tali immobili.
3উইকিপিডিয়ার ভুক্তি অনুযায়ী রক্তিম মানচিত্র হচ্ছে:Secondo la voce Wiki su Bloody Map [zh]:
4সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী জমি দখল এর চলমান ঘটনাগুলো লিপিবদ্ধ করুন, এবং আমাদেরকে অনৈতিক ও অমানবিক ভাবে নির্মিত নতুন বাড়ী ক্রয় করা থেকে বিরত থাকার কথা মনে করিয়ে দিন।La mappa registra i tanti casi di demolizioni coatte degli ultimi anni, e ci ricorda di rifiutare l'acquisto di nuove case costruite in modo illegale e senza rispettare i diritti umani.
5বাইদু বাইকে তে রক্তিম মানচিত্রের আরও একটি তথ্য সন্নিবেশিত রয়েছে, যার অংশবিশেষ হলো:Di Bloody Map esiste anche una scheda [zh] sintetica pubblicata su Baidu Baike.
6যে মানচিত্রটি আমরা দেখতে পারছি সেটি এর আগে কমপক্ষে ৭০,০০০ নেট ব্যবহারকারী দেখেছে এবং ৮২ টির বেশী জোর পূর্বক জমি দখলের বেআইনী কথা সন্নিবেশ করা হয়েছে যেখানে হেইলংজিয়াং থেকে গুয়াংঝু, সাংহাই থেকে জিনজিয়াঙ অর্থাৎ দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত কভার করা হয়েছে।Eccone un estratto: Come potete vedere, questa mappa è stata visitata finora più di 70mila volte e vi si trovano segnalati oltre 82 casi di demolizioni finite in tragedia in tutto il Paese, da Shanghai a Xinjiang, da Heilongjiang a Guangzhou.
7কাঙ ফুজেন এর আত্ম হননের ঘটনা, জিয়াংজি এ ইহুহাঙ এর জমি দখল এবং আত্ম হনন, বুলেটের সাথে হোহোটে যে জমি দখলের নোটিশ এসেছিল, গুয়াংজির বেহাইয়ে হুতাতে জোরপূর্বক জমিদখল - এসব গুটিকয়েক কুখ্যাত ঘটনা মানচিত্রে সন্নিবেশ করা হয়েছে।L'auto-immolazione di Kang Fuzhen, gli sfratti e i suicidi forzati nello Yihuang, la notifica di uno smantellamento accompagnata da un proiettile a Hohhot, lo sfratto forzato a Hutou, nel Beihai dello Guangxi: sono solo i più noti tra gli episodi indicati sulla mappa.
8যাইহোক, সাংবাদিকরা লক্ষ্য করেছে মানচিত্রে কিছু অসত্য খবরও সংযোজিত হয়েছে, যেমন তাং ফুজেন জমি দখল/ আত্মহনন ঘটনা যা চেঙদুতে ঘটেছিল কিন্তু সন্নিবেশ করা হয়েছে জিংম্যান এর হুবিস এ।Va notato comunque che alcuni giornalisti hanno parlato di imprecisioni nelle informazioni riportate, come ad esempio, nel caso di demolizione/suicidio di Tang Fuzhen, avvenuto a Chengdu ma erroneamente segnalato a Jingmen, nello Hubei.
9সাউদার্ন মেট্রোপলিসের ডেইলির প্রতিবেদককে ‘রক্তিম মানচিত্র' এর স্রষ্টা বলেছে, “যেহেতু নেট ব্যবহারকারীরা মানচিত্র ইচ্ছেমত সম্পাদনা করতে পারে সে কারনে এই ধরনের তুচ্ছ ভ্রান্তি দূর করা কঠিন, যদিও যারা এই মানচিত্র আবিষ্কার করেছে তারা ভুল পরিবর্তন করতে পারে।“E' difficile evitare le piccole imprecisioni, dato che i netizen possono apportare modifiche o aggiornare la mappa liberamente; comunque questo significa anche che chi le scopre può correggerle”. È quanto dichiarato dall'ideatore di Bloody Map ai giornalisti del Southern Metropolis Daily.
10রক্তিম মানচিত্রের স্রষ্টা তার সিনা মাইক্রোব্লগ একাউন্টে বেশ নিয়মিত অংশগ্রহণকারী একজন যার শুরু ৪ঠা অক্টোবর এবং এটা জমি দখলের ঘটনা তুলে ধরে এবং ব্যবহারকারীদের সাথে উভমুখী আলাপ আলোচনা করে, যে সকল ব্যবহারকারীর অনেকেই আবার চলমান জমিদখল প্রকল্প সমূহের স্বাক্ষী; ৯ই অক্টোবরের দুটো ঘটনা এরকমঃLo stesso creatore della mappa è molto attivo sul portale di microblogging Sina [zh] con un account aperto l'8 ottobre scorso, dal quale ha segnalato notizie di smantellamenti immobiliari e interagito con gli utenti, alcuni dei quali sono testimoni di piani di sfratto in pieno svolgimento. In due [zh] aggiornamenti [zh] del 9 ottobre scorso si leggeva:
11“ রক্তিম মানচিত্রের উদ্দেশ্য হলো সন্ত্রাসী জমি দখলের ঘটনা সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা যে সকল ঘটনা ইতিমধ্যেই জনগনের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে; অনেক ঘটনাই ২-৩ বছরের পুরানো। আমি আমার স্মৃতি ভান্ডার খুঁড়ে বের করব কিন্তু তোমাদের সহযোগীতায়।“L'obiettivo di Bloody Map è raccogliere ed elencare i casi di demolizioni finite nel sangue già sfuggite, o che sfuggiranno, all'opinione pubblica; per alcuni casi casi vecchi di 2 o 3 anni ho indagato personalmente, ma con la vostra collaborazione potrebbe essere più facile scovarne altri.
12যখন আমি বলতে থাকি রক্ত চিহ্ণের মধ্যে অংকিত ভুমি তে এই এখন বাড়ী তৈরী হচ্ছে , জনগন বুঝতে পারে আমি আসলে কি বলতে চাচ্ছি। ”Quando dico che la nuova edilizia residenziale è fatta su terreni macchiati di sangue, la gente sa di cosa parlo.
13বর্তমানে জোরপূর্বক জমিদখল এর ঘটনা ঘটছে যার প্রতি তথ্য মাধ্যমের বেশি সজাগ হয়ে ওঠা দরকার, রক্তিম মানচিত্র শেষ পর্যন্ত আর নিজে কোন সুবিধাজনক ক্ষেত্র হিসেবে থাকছে না। এই রকমের একটি উদ্যেগ এই জোরপূর্বক জমি দখলের সমাপ্তি ঘটানোর সচেতনতা সৃষ্টির জন্য যথেষ্ট বলে জনগন আশা করতে পারে না।Continuano a verificarsi sfratti forzati, e c'è bisogno di maggiore attenzione mediatica: la sola Bloody Map non è una piattaforma adeguata allo scopo, e non ci si può aspettare che la nostra iniziativa riuscirà a sollevare la consapevolezza necessaria a porre fine a questa triste vicenda.
14এই সাইটের উদ্দেশ্য হলো প্রমান উপস্থাপন করা যাতে গ্রহীতারা সিদ্ধান্ত নিতে পারে। যদি এমন একটা দিন আসে যখন এই ক্ষুদ্র মানচিত্র কোন বিশেষ জমি দখলে সুবিধাপ্রাপ্তরা তাদের কর্মকান্ড পুনঃ বিবেচনা করে তবেই এটার তার সফলতা অর্জন করতে পারবে।L'obiettivo della Bloody Map è di fornire dati che possono servire agli utenti che stanno pensando di comprare casa, ma se un giorno riuscirà a di indurre quanti hanno interesse in uno sfratto a ripensarci, allora la mappa avrà svolto il proprio dovere.