Sentence alignment for gv-ben-20140105-41002.xml (html) - gv-ita-20140102-89088.xml (html)

#benita
1ছবিঃ দক্ষিণ এশিয়ার মানুষFOTO: “Gli umani dell'Asia meridionale”
2২০১০ সালে ফটোগ্রাফার ব্রান্ডন স্টানটোন নিউইয়র্ক শহরের রাস্তার অচেনা লোকদের ছবি তোলা শুরু করেন, তাদের কিছু প্রশ্ন করেন এবং তাদের কাহিনী অনলাইনে তুলে ধরেন।Nel 2010, il fotografo Brandon Stanton iniziò a fotografare degli sconosciuti sulle strade di New York, facendogli alcune domande e condividendo le loro storie online.
3তিন বছর পর তিনি সকল ছবি হিউম্যানস অফ নিউইয়র্ক (নিউইয়র্কের মানুষ) নামক ফেসবুক পাতায় একত্রিত করেন, আর তার এই প্রকল্প ক্রমশ জনপ্রিয় হতে শুরু করে। এর অনুকরণে বিশ্বের বিভিন্ন প্রান্তের পেশাদার ও অপেশাদার চিত্রগ্রাহকেরা অনুরূপ ব্লগ ও ফেসবুক পাতা তৈরী করে যেখানে তারা তাদের নিজ নিজ অঞ্চলের নাগরিকদের ছবি ও কাহিনী তুলে ধরেছে।Dopo tre anni, ha messo insieme il materiale nella pagina Facebook intitolata Humans of New York (HONY), e siccome il progetto acquistava sempre maggiore popolarità, fotografi professionisti e amatoriali in tutto il mondo hanno iniziato a copiare l'idea attraverso blog e pagine Facebook, dando rilielvo alle foto e alle storie della gente nella loro regioni.
4আসুন আমরা এক নজর চোখ বুলাই, কি ভাবে হিউম্যানস অফ নিউইয়র্ক সারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোকে অনুপ্রাণিত করেছে।Di seguito guarderemo come il progetto Humans of New York abbia ispirato i fotografi dei paese dell'Asia meridionale.
5ভারতIndia
6হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতার স্ক্রিনশট।Fermo immagine dalla pagina Facebook Humans of India
7২০১২ সালের ১লা জুন শুরু হবার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতা ১০৮,৭০০ জন অনুসারী লাভ করেছে এবং ১৭,৮০০ জনের বেশী নাগরিক তা শেয়ার করেছে।A partire dal primo giugno 2012, la pagina Facebook Humans of India ha attirato più di 108,700 followers ed è stata condivisa da più di 17,800 persone.
8হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতার এর প্রধান নির্বাহী মেঘনা মজুমদার ম্যাশেবল ব্লগকে প্রদান করা এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছে:Megha Majumder, amministratore della pagina Humans of India, ha spiegato in un'intervista a Mashable:
9এই “সন্ডার” শব্দটির প্রতি প্রেমে পড়েছিলাম আমি কিছুদিন আগে।C' una parola di cui mi sono innamorato un pò di tempo fa: sonder.
10এটি হচ্ছে সেই উপলব্ধি যা বলে যে রাস্তায় দেখা প্রতিটি মানুষ একটি জীবন যাপন করছে যা আমাদের নিজস্ব জীবনের মত প্রাণবন্ত ও জটিল এবং যা আপন চিন্তা, অনুভূতিতে ও আবেগে সহকারে সম্পূর্ণ।Cioè realizzare che ogni passante casuale è una creatura vivente, che è vivido e intricato proprio come te, completo con le sue personali convinzioni, i suoi sentimenti e le emozioni.
11আর তাদের কাছেও আপনি কেবল রাস্তা ধরে এগিয়ে যাওয়া এক ব্যক্তি।E anche tu, per loro, sei solamente una figura che passa per strada.
12সন্ডার শব্দটি আমার সচেতনাকে জাগাতে সক্ষম হয়েছে- মানুষগুলো তখন কেবল আর অপরিচিত কেউ থাকেনি।Sonder ha sopraffatto la mia consapevolezza - le persone non erano più solamente degli estranei.
13শরীরকে রাঙানো যেন আত্মার এক সশব্দ বহিঃপ্রকাশ ওম (ॐ)।Decorazione per il corpo, un miglioramento per l'anima ॐ.
14ছবি হিউম্যানস অফ ইন্ডিয়ার।Foto di Humans of India.
15অনুমতিক্রমে প্রকাশিত।Usata con permesso.
16“আমি একেবারে নিশ্চিত যে ভালবাসা এবং আলো একে অন্যের সাথে সম্পৃক্ত। আর একই কারণে দীপাবলি অসাধারণ।“Sono abbastanza sicuro che l'amore e la luce abbiano qualcosa a che fare tra loro, ecco perchè il Diwali [it] è figo.
17বাতাসে অনেক ভালবাসা ভেসে বেড়াচ্ছে”।Molto amore è nell'aria.”
18ছবি হিউম্যানস অফ ইন্ডিয়ার।Foto di Humans of India.
19অনুমতিক্রমে প্রকাশিত।Usata con permesso
20হিউম্যানস অফ ব্যাঙ্গালোর, হিউম্যানস অফ মুম্বাই, হিউম্যানস অফ নিউ দিল্লী (১,২), হিউম্যানস অফ হায়দ্রাবাদ এবং হিউম্যানস অফ লক্ষ্মৌ এই একই ধরনের প্রকল্প।
21এই সমস্ত পাতার বেশীরভাগ অংশ ব্যবহারকারীদের প্রদানকৃত ছবি (ক্রাউডসোর্সিং) দ্বারা সমৃদ্ধ হয়েছে।
22হিউম্যানস অফ ব্যাঙ্গালোর পাতার স্ক্রিনশট।Fermo immagine dalla pagina Humans of Bangalore
23বাংলাদেশBangladesh
24হিউম্যানস অফ বাংলাদেশ একটি ব্যবহারকারীদের দ্বারা সমৃদ্ধ প্রকল্প যা ১৯ জুলাই, ২০১২ তারিখে চালু হবার পর থেকে এ পর্যন্ত মোট ২০৫০ জন অনুসারী লাভ করেছে।Humans of Bangladesh è un progetto finanziato col Crowdsourcing che ha ottenuto più di 2,050 followers, sin dall' inizio, il 19 luglio 2012.
25হিউম্যানস অফ বাংলাদেশ ব্লগের স্ক্রিনশটFermo immagine dal blog Humans of Bangladesh
26গত ২৯ নভেম্বর, ২০১৩ তারিখে বাংলাদেশী ফটোগ্রাফারদের উদ্যোগে আরেকটি নতুন প্রকল্প শুরু হয়েছে, যাকেও হিউম্যানস অফ বাংলাদেশ নামে অভিহিত করা হচ্ছে এবং ৪,৭০০ জনের বেশী ব্যক্তি কর্তৃক অনুসৃত হচ্ছে।C'è anche un progetto nuovo, iniziato il 29 novembre 2013, da fotografi bengalesi, anche questo chiamato Humans of Bangladesh, che è seguito da più di 4,700 persone.
27বাংলাদেশী ফটোগ্রাফারদের উদ্যোগে শুরু হওয়া হিউম্যানস অফ বাংলাদেশ পাতার স্ক্রিনশট।Fermo immagine di Humans of Bangladesh, progetto di fotografi bengalesi.
28এছাড়া হিউম্যানস অফ ঢাকা নামক পাতাও রয়েছে।E' disponibile anche la pagina Humans of Dhaka.
29মালদ্বীপMaldive
30২০১৩ সালের ১০ই আগস্ট হিউম্যানস অফ মালদ্বীপের ফেসবুকের পাতার যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত তার ২,৩০০ এরও বেশী জন অনুসারী রয়েছে।La pagina Facebook Humans of Maldives è stata lanciata il 10 agosto 2013, ed è seguita da più di 2,300 persone.
31হিউম্যানস অফ মালদ্বীপ -এর ফেসবুকের পাতার স্ক্রিনশট ।Fermo immagine della pagina Facebook Humans of Maldives
32ভুটান:Bhutan
33হিউম্যানস অফ নিউইয়র্কের দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে হিউম্যানস অফ ভুটান-এর পাতার যাত্রা শুরু হয় এবং এটি ছবির সংগ্রহের তালিকা ক্রমশ: বাড়িয়ে তুলেছে একটি একটি করে।Ispirato dal progetto Humans of New York, la pagina Humans of Bhutan è nata a settembre 2012, ed ha continuato ad espandere la sua collezione di foto, un ritratto per volta.
34হিউম্যানস অফ ভুটানের ওয়েব পাতার স্ক্রিনশটFermo immagine dalla pagina Humans of Bhutan
35নেপালNepal
36দি হিউম্যানস অফ নেপাল পাতা, যা ৭ জানুয়ারি ২০১৩ তারিখে যাত্রা শুরু করে সেটি নেপালের সংস্কৃতি, জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য উদযাপন করেছে।La pagina Humans of Nepal, iniziata il 7 giugno 2013, celebra la diversità culturale, etnica e religiosa del Nepal.
37হিউম্যানস অফ নেপালের স্ক্রিনশটFermo immagine da Humans of Nepal
38পাকিস্তানPakistan
39২০১২ সালের জুলাই মাসে হিউম্যানস অফ পাকিস্তান পাতার যাত্রা শুরু হয় এবং ২২ আগস্ট, ২০১৩ তারিখে হিউম্যান অফ পাকিস্তান নামে আরেকটি পাতার যাত্রা শুরু হয়।La pagina Humans of Pakistan è stata lanciata a giugno 2012, e la pagina similare Humans of Pakistan page è sorta il 22 agosto 2013.
40উভয় পাতাকেই কয়েকশ জন ব্যক্তি করে অনুসরণ করছে।Le pagine sono seguire da poche centinaia di persone.
41হিউম্যানস অফ পাকিস্তানের ফেসবুক পাতার স্ক্রিনশট।Fermo immagine dalla pagina Facebook Humans of Pakistan
42দৃশ্যত: মনে হচ্ছে এই বিষয়ে তৈরী করা শহুরে পাতাগুলো বেশী জনপ্রিয়, যেমন হিউম্যানস অফ ইসলামাবাদ এন্ড রাওয়ালপিন্ডি (৩,৪১৬ জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ কাশ্মির (১,২০৯জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ সিন্ধি (৩,৫২১ জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ লাহোর (৭,০৫৭ জন এই পাতা অনুসরণ করছে), এবং হিউম্যানস অফ করাচি (৯৯,৬৪৭ জন এই পাতা অনুসরণ করছে)।Sembra che le pagine più popolari siano quelle che riguardano le città, come per esempio Humans of Islamabad and Rawalpindi (3,416 followers), Humans Of Kashmir (1,209 Followers), Humans of Sindh (3,521 followers), Humans of Lahore (7,057 followers), e Humans of Karachi (99,647 followers).
43সাকিনা ঘিওয়ালা।Sakina Gheewala.
44ছবি হিউম্যানস অফ নিউইয়র্ক এবং হিউম্যানস অফ করাচির সৌজন্যে।Foto per gentile concessione della pagina Humans of New York e Humans of Karachi
45সাকিনা ঘিওয়ালা, হিউম্যানস অফ নিউইয়র্ক-এর সৃষ্টিকর্তা ব্রান্ডন স্টানটোনের কাছে একটি চিঠি লিখেছে, যা হিউম্যানস অফ নিউইয়র্ক পাতায় প্রকাশ করা হয়েছে। এই চিঠিতে সে ব্যাখ্যা করছে কি ভাবে এই প্রকল্প তার হৃদয় ছুঁয়ে গেছে::Sakina Gheewala ha scritto una lettera indirizzata al creatore di Humans of New York, Brandon Stanton, che l'ha condivisa sulla pagina di Humans of New York, in cui spiaga come il progetto l'abbia toccata profondamente:
46প্রিয় ব্রান্ডন:Caro Brandon,
47আজ হিউম্যানস অফ নিউইয়র্ক পুস্তক আমার হাতে এসে পৌঁছেছে।La mia copia del libro HONY (humans of New York) è arrivata in Pakistan oggi.
48যদিও ইতিমধ্যে পাঁচ মাস পার হয়ে গেছে, তারপরেও এটা আমার এ বছরের সেরা জন্মদিনের উপহার।Anche se cinque mesi dopo, è stato il miglior regalo di compleanno dell'anno.
49আমার অবস্থান এমন এক দেশে যেখানে নাগরিকদের টিকে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয়, আমি সেই সমস্ত সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম এখন যাদের সবেচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া।In una paese dove le persone combattono per sopravvivere quotidianamente, sono una tra i pochi fortunati la cui più grande preoccupazione adesso è quella di poter entrare nella scuola di medicina.
50আমি যতই অস্বীকার করি না কেন, পৃথিবীর যে অংশে আমি বাস করি, সেখানে আমার মত মানুষেরা এক বুদ্বুদের মাঝে বাস করে।Nella mia parte di mondo, le persone come me, non importa quanto proviamo a negarlo, vivono in una bolla.
51আর আমাদের সমস্যার নাম “প্রথম বিশ্বের সমস্যা”।E i nostri problemi sono chiamati “problemi del primo mondo.”
52হয়ত মানুষকে বিস্মিত করবে এমন এক “পাকিস্তানকে” দেখে যা অনেক বেশী পশ্চিমা বিশ্বের সাথে সম্পৃক্ত।Forse questo stupirà la gente, vedere una “pakistana” così vicina al Mondo Occidentale.
53এখান থেকে তৈরী হওয়া অন্য সব কিছুর বাইরে শুধু এক ঘৃণা দৃশ্যত যা বিশ্ব খেয়াল করেছে, সেটি দেখা।Per vedere qualcosa di diverso dall'odio, che il mondo sembra notare e che si irradia da qui.
54কিন্তু এখানে পাকিস্তানে আমার এই ক্ষুদ্র বুদ্বুদের মাঝে হিউম্যানস অফ নিউইয়র্কে তুলে ধরা কাহিনী থেকে আমি অনুপ্রেরণা খুঁজে পাই, কারণ সাধারণ একজন মানুষ যা ধারণ করে, তারা তার চেয়ে বেশী কিছু বর্ণনা করে।Ma nella mia piccola bolla qui in Pakistan, cerco ispirazione nelle storie condivise su Humans of New York, perchè rappresentano più di quello che l'uomo comune percepisce.
55হ্যাঁ, পাকিস্তান এমন এক জাতি, যা বাকী বিশ্বের চেয়ে অনেক বেশী যন্ত্রণা ভোগ করছে। তাদের একশো এক কোটি একটা সমস্যা রয়েছে, কিন্তু হিউম্যানস অফ নিউইয়র্ক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সব কিছুর উপরে আমরা আলাদা আলাদা একেক ব্যক্তি।Si, il Pakistan è una nazione che soffre più delle altre, abbiamo milioni di problemi, ma HONY mi ricorda che più di ogni altra cosa, noi siamo individui.
56আর এই কারণে সকল পাকিস্তানী নাগরিক একই রকম নয়, যেমনটা ঠিক সকল আমেরিকান এক নয়।Come è vero che ogni pakistano è diverso dall'altro, lo stesso succede con ogni americano.
57এটা আমাকে অন্য সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধার বিষয়টি স্মরণ করিয়ে দেয়- এখানকার অনেক ব্যক্তি যা ভুলে যাওয়ার অভ্যাস করছে।Mi ricorda di amare e rispettare ognuno - cosa che molte persone qui tendono a dimenicare.
58হিউম্যানস অফ নিউইয়র্কে প্রকাশিত ছবি এবং কাহিনী আমাকে প্রায় সব সময় মনে করিয়ে দেয়, যে কোন কিছু করা সম্ভব।Le immagine e le storie su HONY mi fanno quasi credere che ogni cosa sia possibile.
59ধন্যবাদান্তে সাকিনাGrazie, Sakina