Sentence alignment for gv-ben-20100101-8346.xml (html) - gv-ita-20091230-12085.xml (html)

#benita
1স্বাধীন অভিব্যক্তি বিষয়ক পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস গুগলের সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে
2আজ (২৯ ডিসেম্বর,২০০৯) থেকে ব্রেকিং বর্ডাস এ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেবার সময় শুরু।<em>Breaking Borders Award</em>, partnership tra Google e Global Voices per affermare la libertà di parola
3এটি এক নতুন পুরস্কার যার প্রবর্তক গুগল এবং গ্লোবাল ভয়েসেস। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে।Si sono aperte ieri 29 Dicembre le candidature per il Breaking Borders Award [in], iniziativa lanciata in partnership da Google [in] e Global Voices Online [in] per onorare i migliori progetti sul web avviati da singoli o gruppi che dimostrino coraggio, energia e capacità nell'uso di Internet per promuovere la libertà d'espressione.
4থমসন রয়টার্স ও এই পুরস্কারকে সমর্থন করেছেন।Il premio ha anche il sostegno della Thomson Reuters [in].
5ব্রেকিং বর্ডাস পুরস্কার তৈরি হয়েছে গ্লোবাল ভয়েসেস এর প্রচারপত্রে লেখা মূল্যবোধের উপর।
6এই দলিল একই সাথে উইকিতেও লেখা রয়েছে। সেখানে ২০০৪ সালে এই সংগঠন ও সম্প্রদায়ের নীতি নির্ধারক বিষয়গুলো বই আকারে লেখা হয়, যে প্রতিষ্ঠান ও সম্প্রদায় পরে গ্লোবাল ভয়েসেস নামে পরিচিত হয়।Il Breaking Borders Award si basa sui valori riportati nel Manifesto di Global Voices Online [it], documento redatto e condiviso su un “wiki” nel 2004 per descrivere le linee guida dell'organizzazione e della comunità destinata a diventare Global Voices.
7এই প্রচারপত্র এই কয়টি শব্দ দিয়ে শুরু হয়েছে:Il Manifesto si apre con queste parole:
8“আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট।“Crediamo nella libertà d'espressione: nella difesa del diritto a parlare, e anche ad ascoltare.
9আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে।Crediamo nell'accesso universale agli strumenti di discussione.
10এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে।”।Puntando a quest'obiettivo, cerchiamo di fornire a chiunque voglia esprimersi i mezzi per farlo, e al tempo stesso cerchiamo di offrire strumenti di ascolto a chiunque voglia incontrare tali voci.”
11ব্রেকিং বর্ডাস পুরস্কার একই সাথে গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি নামক কাজের পরিপূরক।
12গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির যাত্রা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে। এটি যে কোন সংগঠনের স্বাধীন অভিব্যক্তি প্রকাশ বিষয়ক কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করে।Il Breaking Borders Award fa inoltre da complemento al lavoro portato avanti da Global Voices Advocacy [in], lanciato nel febbraio 2007 per focalizzare le nostre attività legate alla libertà d'espressione.
13ব্রেকিং বর্ডাস পুরস্কার সকল জাতির জন্য উন্মুক্ত।Il Breaking Borders Award è aperto a persone di ogni nazionalità.
14স্বাধীন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে একদল বিচারক বিজয়ীদের নির্ধারণ করবেন।I vincitori verranno selezionati (tra quelli proposti dagli utenti) da una giuria di esperti nel campo della libertà di parola.
15এই পুরস্কারের ক্ষেত্রে তিনটি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদাভাবে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার রয়েছে:Un premio di 10.000 dollari verrà assegnato in ciascuna delle seguenti tre aree:
16১. এ্যাডভোকেসি বা কারো পক্ষ অবলম্বন করে বলা; সেই সমস্ত অ্যাক্টিভিস্ট বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
17২. টেকনোলজি বা প্রযুক্তির বিকাশ ঘটানো; সেই সমস্ত ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা স্বাধীন অভিব্যক্তি প্রকাশ এবং তথ্য অধিকারে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান বা যন্ত্র তৈরি করছে।
18৩ পলিসি বা নীতি নির্ধারণের উপাদান তৈরি; এই পুরস্কার নীতি নির্ধারককে প্রদান করা হবে।1. Attivismo, assegnato al miglior singolo o gruppo che abbia usato gli strumenti online per promuovere la libera espressione o incoraggiare il cambiamento politico.
19সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারী নেতৃবৃন্দ যারা এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের জন্য এই পুরস্কার।2. Tecnologia, assegnato al miglior singolo o gruppo che abbia creato un importante strumento per consentire la libera espressione e favorire l'accesso alle informazioni.
20ব্রেকিং বর্ডাস পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে- http://www.breakingborders.net (এইচটিটিপি://ডাব্লিউডব্লিউডাব্লিউ.3. Politica, assegnato al miglior parlamentare, funzionario governativo o responsabile di una ONG che abbia fornito un contributo significativo in quest'ambito.
21ব্রেকিংবর্ডাস. নেট)-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, ২০১০।C'è tempo fino al 15 febbraio 2010 per segnalare le proprie candidature direttamente sul sito http://www.breakingborders.net [in].