Sentence alignment for gv-ben-20130812-38019.xml (html) - gv-ita-20130822-84006.xml (html)

#benita
1তিউনিসিয়াঃ ঈদ ক্ষমা অস্বীকার করল কারাদণ্ডপ্রাপ্ত নেটিজেনরাTunisia: niente grazia per Jabeur Mejri
2তিউনিসিয়ার টুইটার ব্যবহারকারীরা তাঁদের হতাশা ব্যক্ত করেছে, যখন তাঁরা জানতে পেরেছে যে ঈদ উৎসব উপলক্ষে তাদেরকে একটি সাম্প্রতিক রাষ্ট্রপতি ঘোষিত ক্ষমা প্রদান করা হয়েছে।Gli utenti tunisini di Twitter hanno comunicato la loro delusione dopo aver appreso che il cyber-attivista incarcerato Jabeur Mejri non beneficerà della recente grazia presidenziale concessa in occasione dell'Aid.
3কারণ, তাঁদের মধ্যে কারাদণ্ড প্রাপ্ত নেটিজেন জাবিউর মেজরি নেই। ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) - এর কার্টুন প্রকাশের অপরাধে মেজরিকে গত বছর সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।L'anno scorso, Jabeur Mejri era stato condannato ad un anno e mezzo di carcere [it] per aver pubblicato alcune caricature del profeta Mohammad su Facebook.
4তাঁর বন্ধু গাজী বেজি “ইলুশন অব ইসলাম” নামে একটি বিদ্রুপাত্মক বই ডকুমেন্ট-শেয়ারিং ওয়েবসাইট স্ক্রাইবড - এ প্রকাশ করার দায়ে অনুপস্থিতিতে একই দণ্ডে দন্ডিত হন।Il suo amico Ghazi Beji, dopo aver pubblicato il libro satirico “L'illusion de l'islam” sul portale Scribd, si è visto infliggere la medesima condanna in contumacia.
5বেজি অভিযোগ থেকে মুক্তি পেতে তিউনিশিয়া থেকে পালিয়ে যান এবং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় লাভ করেন।Ghazi Beji aveva lasciato la Tunisia per scappare dal procedimento giudiziario ottenendo l'asilo politico in Francia.
6‘জনগণের শৃঙ্খলা বা সুনীতি কে ক্ষতিগ্রস্ত করতে নানা জিনিস প্রকাশের', ‘গণ যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অন্যদের অপমানের' জন্য এবং ‘জনগণের নৈতিকতায় প্রচন্ড আঘাত করার' জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
7গত এপ্রিলে ক্যাসেশন কোর্ট (তিউনিসিয়ায় আপিলের সর্বোচ্চ কোর্ট) মেজরির রায় নিশ্চিত করে।Entrambi sono stati dichiarati colpevoli di “pubblicazione di materiale immorale e lesivo dell'ordine pubblico”, “dichiarazioni ingiuriose sui social network” e “attentato alla morale collettiva”.
8তাঁর প্রতিরক্ষা দল রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।Lo scorso aprile, la condanna di Mejri è stata confermata [en] dalla Corte di Cassazione, la più alta istanza giudiziaria tunisina.
9যেভাবেই হোক, ৮ আগস্ট তারিখে ইস্যুকৃত ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের তালিকায় মেজরির নাম ছিল না।I suoi avvocati hanno richiesto la grazia presidenziale, ma Jabeur non è stato inserito nella lista dei prigionieri graziati pubblicata l'8 agosto.
10ছবিটি ‘Pour la grâce présidentielle de Jabeur et Ghazi' ফেসবুক পাতা থেকে পাওয়া।Immagine della pagina Facebook “Per la grazia presidenziale di Jabeur e Ghazi'
11মেজরি ও বেজির সমর্থনকারি কমিটি একটি বক্তব্য প্রকাশ [ফ্রেঞ্চ] করেছেঃIl comitato di sostegno di Mejri et Beji ha pubblicato un comunicato [fr] :
12রাষ্ট্রপতির দপ্তর ৩৪৩ জন কারাবন্দীকে এবং আরো ২০ জন কারাবন্দীকে বিশেষভাবে ক্ষমা করে রাষ্ট্রপতির সাধারন ক্ষমা ইস্যু করেছে। কিন্তু সে তালিকায় জাবিউর মেজরির নাম নেই।La presidenza ha diffuso la lista dei 343 prigionieri aventi diritto alla grazia presidenziale e quella di 20 prigionieri destinati ad una grazia speciale, in nessuna delle due liste figura il nome di Jabeur Mejri.
13আমরা আশা করেছিলাম যে রাষ্ট্রপতি এটা স্মরন করবেন, তিনিও জাবিউর মেজরির মতো কিছু সময় আগে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। আমরা আশা করেছিলাম, তিনি [অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মোন্সেফ মারজুকি] তার হুকুমের সময় মতামত বন্দীদের দেখতে অস্বীকার করবেন।Abbiamo sperato che il presidente si ricordasse di essere stato, in passato, al posto di Jabeur Mejri e si rifiutasse di vedere i prigionieri di opinione durante il suo mandato ma nonostante le promesse fatte alla famiglia del condannato, il risultato rimane questo: Jabeur resta in prigione.
14কিন্তু তার পরিবারের প্রতিশ্রুতি সত্ত্বেও মেজরি কারাগারে রয়ে যায়।
15এমনকি যদিও জাভিউর মেজরি কোন সন্ত্রাসী, ধর্ষণকারী অথবা কোন অপরাধী নন।Jabeur Mejri non trascorrerà l'Aid con i suoi!
16তবুও তিনি তাঁর পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন না।Benché non sia né un terrorista né un criminale!
17একজন তরুণ জাবিউর নতুন তিউনিসিয়ায় বিশ্বাস করেছিলেন এবং ভেবেছিলেন নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করার পূর্ণ অধিকার তাঁর আছে।Jabeur è un giovane che ha creduto in una Tunisia nuova in cui ci si potesse esprimente liberamente!
18জাবিউর মেজরির কখনই জেলে যাওয়া উচিৎ হয় নি!Jabeur Mejri non sarebbe neanche dovuto entrare in prigione! (..)
19(…) একটি অযৌক্তিক বিচার অনুসারে, তাঁর ফেসবুক পেজে তিনি একটি বার্তা প্রকাশ করে জন শৃঙ্খলার ক্ষতি সাধনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং যেখানে তাঁর ভক্ত সংখ্যা মাত্র ১৬ জন!E dopo una sentenza iniqua, è accusato di “turbare l'ordine pubblico” con un messaggio su Facebook pubblicato su una pagina con 16 fan!
20‘ নিজেকে প্রকাশ করুন, মুক্তি' আমনেস্টি তিনিশিয়া ফেসবুক পাতা থেকেImmagine sulla pagina Facebook di Amnesty Tunisia
21ইন্টারনেটবাসীরা টুইটারে তাঁদের ভয়জনিত অবসাদ ব্যক্ত করেছেন।Su Twitter, i netizen denunciano il loro sgomento:
22আজ ৩ শতেরও বেশী কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে কিন্তু জাবিউর তাঁর একটি ধারনার জন্য জেলে বন্দী।Piu di 300 detenuti liberati oggi e Jabeur sempre dietro le sbarre per le sue opinioni.
23আসুন আমরা যেন এটা ভুলে না যাই।Non dimentichiamo .
24@মোন্সেফ_মারজুকি জাবিউরকে মুক্তি দাও, সে জনগণের জন্য বিপদজনক নয়।@Moncef_Marzouki @Moncef_Marzouki Jabeur libero, non è un pericolo pubblico
25আপনি ঈদ উদযাপন করছেন আর আপনার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার স্পর্ধা দেখানোর কারণে একজন তরুণ জেলে পোঁচে মরছে।Mentre celebrate l'Aid, un giovane marcisce in prigione per aver osato mettere in dubbio le vostre certezze.
26৩৪৩ জন অপরাধীকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু একটি ক্যারিক্যাচারের কারণে জাবিউর জেলে রয়েছে ! .343 criminali liberati ma jaber è sempre in prigione per una caricatura! .
27@প্রেসিডেন্সটিএন তাঁর অপরাধ কি?@presidenceTN Il suo crimine?
28একটি ধারনার প্রকাশ ঘটানো!Esprimere un'idea!
29পুরস্কার হিসেবে সাড়ে সাত বছরের কারাদন্ড।Il premio sono sette anni e mezzo di prigione.
30জাবিউর কোন সন্ত্রাসী নয়!Jabeur non è un terrorista!