# | ben | ita |
---|
1 | ভিডিও: অনলাইনে ডন কুইক্সোটের সম্মিলিত পাঠ | Video: le mille voci globali che leggono il Don Chisciotte |
2 | ডন কুইকজোট এবং সাঞ্চো পান্জা। | |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী by স্পটার_এনএল এর সৌজন্যে। সিসি বাই | Don Chisciotte & Sancio Panza: foto di spotter_nl usata con licenza Creative Commons Attribution |
4 | সম্প্রতি ইউটিউবের মাধ্যমে জীবন্ত হয়েছে সাহিত্যের একটা জনপ্রিয় মাইলফলক ডন কুইক্সোট। শত শত স্বেচ্ছাসেবক মিগেল দে সেরভান্তেসের লেখার অংশ পাঠ করছেন আর এটাকে এলকুইজোট চ্যানেলে আপলোড করছেন। | Il Don Chisciotte della Mancia [it], una delle opere di fantasia letteraria più amate di tutti tempi, trova nuova vita su YouTube: centinaia gli volontari che si susseguono nella lettura di spezzoni del testo di Miguel de Cervantes per poi caricarli sul canale ElQuijote [es, come gli altri link tranne ove diversamente segnalato]. |
5 | স্প্যানিশ রয়াল একাডেমি (রায়েই স্প্যানিশে) আর ইউটিউব একত্র হয়েছে ডন কুইক্সোটের সব থেকে বড় সংস্করণ তৈরির জন্য এইবার ভিডিওতে সম্মিলিতভাবে সারা বিশ্বের অংশগ্রহণকারীদের দ্বারা যারা প্রত্যেকে ২১৪৯ অংশের কয়েকটুকু অংশ পড়েছেন। | La Reale Accademia di Spagna [RAE, nell'acronimo spagnolo] e YouTube stanno collaborando alla più ambiziosa edizione del Don Chisciotte mai prodotta: interamente in video e realizzata in maniera collaborativa da utenti da ogni parte del mondo che leggono (in spagnolo) i 2.149 spezzoni in cui è stata suddivisa l'opera. |
6 | ভিক্টর গারসিয়া দো লা কোন্সা, রায়েইর পরিচালক, সকলের জন্য আমন্ত্রণ উন্মুক্ত করেছেন: | Víctor García de la Concha, direttore della RAE, estende l'invito a tutti: |
7 | এরই মধ্যে সাইটে শত শত কুইক্সোট ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এখনো আরো বাকি আছে পড়ে আপলোড করার জন্য। | Sul canale sono già presenti centinaia di video, ma c'è ancora bisogno di realizzarne e caricarne molti altri. |
8 | ‘পারটিসিপার' বোতাম টিপে আপনাকে পড়ার জন্য একটা অংশ দেয়া হবে, আর ৬ ঘন্টার সময়সীমা দেয়া হবে এর ভিডিও আপলোড করার জন্য। | Cliccando sul tasto “participar” vi verrà assegnata la parte da leggere, e un tempo massimo di 6 ore per caricare il materiale corrispondente. |
9 | সেই সময়ের মধ্যে ভিডিও আপলোড না করতে পারলে ওই অংশ অন্য কাউকে পড়তে দেয়া হবে। | Se entro il tempo assegnato non avrete prodotto nulla, quello spezzone verrà assegnato a qualcun altro. |
10 | এর পরে ভিডিওকে আপলোড করা হয়, পর্যালোচনা করা হয় আর গ্রহন করা হলে এটা এল কুইজোট ২. ০ এর অংশ হবে। | Una volta caricato, il video viene recensito e se approvato entrerà a far parte ufficialmente del progetto “El Quijote 2.0″. |
11 | নীচে কিছু অংশ যা এরই মধ্যে আপলোড করা হয়েছে: | Ecco di seguito alcuni dei filmati già caricati: |
12 | স্পেনের জাভি গোনি ব্রেইলের প্রিন্ট আউট থেকে তার এল কুইক্সোটের অংশ পড়েছেন। | Javi Goñi, dalla Spagna, legge il suo spezzone del Chisciotte da un'edizione in Braille. |
13 | এটিতে ডন কুইক্সোট আল্ডানজা লোরেঞ্জোর সাথে সাক্ষাত করেছেন আর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার কল্পনার নারী হবেন আর তাকে পূর্ণনাম দিয়েছেন ডুলসেনিয়া দেল তোবোসো। | |
14 | জুয়ান ম্যানুয়াল, স্পেনের মটা দেল কুয়ারভো থেকে, তার অংশ তিনটা উইন্ডমিলের সামনে দাঁড়িয়ে পড়েছেন। | Nel testo, Don Chisciotte incontra Aldonza Lorenzo e decide che questa diventerà la sua donna del cuore, con il nuovo nome di Dulcinea del Toboso: |
15 | আর এটা অবাক হওয়ার কিছু না যে তিনি ওই স্থান পছন্দ করেছেন, যেহেতু এই এলাকা এমনি ওয়েবসাইটে বর্ণনা করা হয়েছে: | Juan Manuel, da Mota del Cuervo in Spagna, legge la sua parte di fronte a tre mulini a vento. |
16 | কারন, আমাদের বলতে হবে, মোতা দেল কুয়েরভো আসলেই একটা কুইক্সোট শহর, যেখানে ভূগোলের এমন এলাকার মধ্যে লুকানো অবস্থায় চরিত্রদের উপরে উত্তেজনা আর দুর্ভাগ্যের আক্রমণ। | La località prescelta non deve sorprendere, visto come la descrive l'autore stesso: Perché, dobbiamo proprio dirlo, Mota del Cuervo è davvero un paesino donchisciottesco: situato in un'area geografica decisamente peculiare, è qui che si sono svolte le avventure e le disavventure dell'immortale creazione cervantiana. |
17 | চিলির ভিলারিচাতে, হেক্টর বুস্টোস পড়েছেন কৌতূহলী ধৃষ্টের গল্প, আন্সেল্মোর, সন্দেহভাজন একজন পরিব্রাজক যে তার স্ত্রী্র বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করেন আর বন্ধু লোথারীওকে আন্সেমো রাজি করান তার স্ত্রীকে প্রলোভিত করার জন্য। | Da tutt'altra parte, a Villarica in Cile, Héctor Bustos legge la storia del Curioso Impertinente; si narra di Anselmo, un viaggiatore sospettoso che dubita della fedeltà della moglie, e di come provi a convincere l'amico Lothario a sedurla. |
18 | কিন্তু সকলে পড়েননি। আর্জেন্টিনা থেকে ট্রেমোলো২২ তার অংশ গান গেয়ে শুনিয়েছেন: | Non tutti i partecipanti hanno scelto di leggere: ad esempio, Tremolo22, dall'Argentina, ha deciso di cantare il suo spezzone: |
19 | মেঞ্চুলিকা ক্যানারি দ্বীপ থেকে স্বরূপে বের হননি। | Menchulica, dalle Isole Canarie, non appare nemmeno nel video. |
20 | তার অন্যান্য ভিডিওর মতো, তিনি একটা এনিমেশন আপলোড করেছেন বিকৃতি করা কন্যাসহ: | In sintonia col resto della sua produzione, ha caricato un'animazione in cui recita la parte attraverso una voce distorta: |
21 | তাহলে লা মাঞ্চার প্রতিভাধর ভদ্রলোক ডন কুইক্সোটের অভিযান যারা পছন্দ করেন আর স্প্যানিশ বলেন, আপনারা অংশগ্রহন করে বিশ্বব্যাপী এই অভিজ্ঞতার অংশ হতে পারেন। | Se anche a voi amate L'Ingegnoso Signor Don Chisciotte della Mancia, e parlate spagnolo, potete unirvi al progetto e prendere parte a questa iniziativa globale. |