# | ben | ita |
---|
1 | ‘স্পাই কেবলস’-এর ইজরায়েলের মোসাদ সম্পর্কে অস্বস্তিকর সত্য উন্মোচন | Gli ‘Spy Cables’ rivelano verità sconvenienti riguardanti il Mossad israeliano |
2 | স্পাই কেবলস-এর জন্য করা আল জাজিরার প্রচারণামূলক ভিডিও থেকে নেওয়া স্ক্রিন শট। | Schermata del Video Promozionale per il programma ‘Spy Cables‘ trasmesso su Al Jazeera. |
3 | আল জাজিরা নামক টিভি চ্যানেল, দি গার্ডিয়ান নামক সংবাদপত্রের সাথে মিলে যৌথ ভাবে শত শত গোপনীয় গোয়েন্দা নথি প্রকাশ করেছে, যাকে ‘স্পাই কেবলস' নামে অভিহিত করা হয়েছে, আর এগুলো ইজরায়েল থেকে ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সহ সারা বিশ্বের গুপ্তচর সংস্থার নথি। | In collaborazione col quotidiano inglese The Guardian, Al Jazeera [en, come i seguenti salvo dove diversamente indicato] è in procinto di pubblicare centinaia di documenti di intelligence, conosciuti come ‘Spy Cables‘ e provenienti da servizi segreti di tutto il mondo: da Israele alla Gran Bretagna, passando dalla Russia, dall'Australia e dal Sudafrica. |
4 | “স্মারক, ইমেইল, মানচিত্র এবং আরো অনেক উপাদান সমৃদ্ধ ১৬০০ সঞ্চিত ফিলিস্তিন নথি নামক কাগজপত্র প্রকাশ করার চার বছর পর এই সকল নথি প্রকাশ করা হল, যে সকল নথি এক দশক ধরে চলা ইজরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলা আলোচনা এই সকল নথিতে লিপিবদ্ধ রয়েছে”। | Questo succede quattro anni dopo che Al Jazeera aveva pubblicato i cosiddetti Palestine Papers (documenti sulla Palestina), “una raccolta di più di 1600 promemoria, email, mappe e non solo, che documentavano più di una decina di anni di negoziazioni tra Israele e la Palestina”. |
5 | বর্তমানে ফাঁস হওয়া এই সকল নথির ক্ষেত্রে আমরা ইজারয়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নথি সংক্রান্ত বিষয়ে মনোযোগ প্রদান করেছি। | Tra le varie rivelazioni ci soffermeremo su quelle che riguardano il Mossad israeliano. |
6 | ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ ও নেতানিয়াহুর পরস্পর বিরোধী বক্তব্য | Il Mossad ha contraddetto Netanyahu riguardo al programma nucleare dell'Iran |
7 | ২০১২ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে জাতিসংঘে গিয়ে হাজির হন, এতে তিনি দাবী করেন যে ইরান তাদের লক্ষ্যের ৭০ শতাংশ অর্জন করেছে। | Nel 2012 Benjamin Netanyahu partecipò all'Assemblea Generale delle Nazioni Unite; mettendo apparentemente in guardia il mondo contro il programma nucleare dell'Iran, il premier israeliano aveva infatti affermato che il 70 % del progetto era già stato completato. |
8 | অন্যদিকে ইজরায়েল-এর নিজস্ব গোয়েন্দা সংস্থা মোসাদ এই তথ্য অস্বীকার করে, তারা বলে যে ইরান “ বোমা হামলা বানানোর মত প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করেনি”। | Nel frattempo il Mossad, il servizio segreto israeliano, aveva smentito la storia, affermando che l'Iran non stava “svolgendo le attività necessarie alla produzioni di armi.” |
9 | সম্পূর্ণ কাহিনী এখানে । | Ecco la storia completa. |
10 | ইজরায়েল তার বেসামরিক বিমান সংস্থাকে এক “ গোয়ান্দা” শাখা হিসেবে ব্যবহার করেছে। | La compagnia aerea israeliana è stata usata come fonte di intelligence |
11 | ফাঁস হয়ে যাওয়ার এই সকল নথি থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে “ইজরায়েল-এর পতাকাবাহী বিমান সংস্থা এল আল এয়ারলাইনসকে বিমান পরিবহনের আড়ালে এক গোয়েন্দা সংস্থা হিসেবে ব্যবহার করেছে”, দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থা এসএসএ-এই দাবীকে সমর্থন করেছে, যা ২০০৯ সালে ফাঁস হয়ে পড়ে। | Secondo questa fuga di notizie “Israele usa la propria compagnia di bandiera, El Al Airlines [it] come copertura per i propri servizi segreti”; questa rivelazione è supportata da un documento di intelligence del servizio segreto del Sudafrica (SSA), pubblicato nel 2009. |
12 | সম্পূর্ণ কাহিনী । | Ecco la storia completa. |
13 | প্রাক্তন ইজারায়েলী একদল গোয়েন্দার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রদান করা সাইবার হামলার হুমকি | “Ex agenti israeliani” hanno minacciato attacchi informatici al Sudafrica |
14 | নথি ফাঁসের ঘটনায় উন্মোচিত হয়েছে যে ইজরায়েল প্রাক্তন গোয়েন্দা বলে দাবী করা একটি দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাইবার হামলা চালানোর হুমকি প্রদান করেছিল, উল্লেখ্য ইজরায়েল-এর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের স্থানীয় ভাবে দেশটিকে বয়কট ও পরিত্যাগ করা এবং তার উপর আরোপিত বিধি নিষেধের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সরকারকে তারা এক অভিযান পরিচালনা করার আহ্বান জানায়, আর তা না মানলে এই হামলার হুমকি প্রদান করা হয়। | Queste rivelazioni riguardano un gruppo di persone che hanno affermato di essere ex spie israeliane e che hanno minacciato di lanciare un attacco informatico “devastante” contro il Sudafrica; questo avverrebbe nel caso in cui il governo non si decida a reprimere più severamente le campagne locali contro le violazioni del diritto internazionale da parte di Israele; tali campagne sono conosciute come Boycott, Divest and Sanction, ovvero boicottaggio, “disinvestimento” e sanzioni [it]. |
15 | সম্পূর্ণ কাহিনী । | Ecco la storia completa. |
16 | মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি মোরসি সম্বন্ধে বিস্তারিত তথ্যের জন্য দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থার কাছে মোসাদের অনুরোধ | Il Mossad ha richiesto al servizio segreto del Sudafrica informazioni dettagliate sul presidente egiziano Morsi |
17 | এই সকল নথি থেকে উন্মোচিত হয়েছে যে দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থা এসএসএ-এর কাছে মোসাদ ক্ষমতায় আসার একমাসের মধ্যে মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসি সম্বন্ধে বিস্তারিত তথ্য সরবরাহের অনুরোধ জানায়। | Questo servizio ha rivelato come il Mossad avesse richiesto al SSA di fornire informazioni dettagliate su Mohammed Morsi circa un mese dopo che era stato eletto presidente. |
18 | সম্পূর্ণ কাহিনী এবং আল জাজিরার বিশ্লেষণ। | Ecco la storia completa e l'analisi di Al Jazeera. |
19 | সিআইএ-এর এক গোয়েন্দার হামাসের সাথে যোগাযোগ করার প্রাণান্তকর প্রচেষ্টা, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গাজার যুদ্ধাপরাধ নিয়ে কাজ করা এক কমিটির প্রতিবেদন ধামাচাপা দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার কাছে ইজরায়েল এর লবিং | Un agente della CIA ha cercato “disperatamente” di mettersi in contatto con Hamas; Israele ha fatto pressione sul Sudafrica per zittire un'indagine sponsorizzata dall'ONU sui crimini di guerra a Gaza |
20 | এই নথি ফাঁস করছে যে সিআইএ-এর এক গোয়েন্দা হামাসের সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করেছিল এবং এসএসএ-এর কাছে সাহায্য প্রার্থনা করেছিল। | Questa fuga di notizie ha rivelato come un agente della CIA avesse tentato “disperatamente” di mettersi in contatto con Hamas chiedendo aiuto al SSA. |
21 | এই ঘটনায় একই সাথে উন্মোচিত হয়েছে যে ইজরায়েলের গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান মেইর দাগান জাতিসংঘ অনুমোদিত এক ঐতিহাসিক তদন্ত কমিটি গাজায় সংগঠিত যুদ্ধাপরাধের যে প্রতিবেদন তৈরী করে তা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টায় প্রিটোরিয়ার প্রতি সাহায্যের অনুরোধ জানিয়েছিল, আর এ কাজে নেতৃত্ব প্রদান করেছিল দক্ষিণ আফ্রিকার বিচারক রিচার্ড গোল্ডস্টোন। | Inoltre è anche trapelato che Meir Dagan, al tempo a capo del Mossad, stava “cercando il supporto di Pretoria nel suo tentativo di sabotare la storica indagine autorizzata dall'ONU su presunti crimini di guerra a Gaza che era presieduta dal magistrato sudafricano Richard Goldstone.” |
22 | সম্পূর্ণ কাহিনী। | Ecco la storia completa. |
23 | স্পাই কেবলস-মোসাদের কৌশল উন্মোচন করেছে | Spy Cables rivela le tattiche del Mossad |
24 | মোসাদ তার কর্মকাণ্ডের জন্য যে সকল কৌশল গ্রহণ করে, আল জাজিরার উইল জর্ডান তার কয়েকটি উন্মোচন করেছে। | Il produttore di Al Jazeera Will Jordan ha rivelato alcune delle tattiche usate dal Mossad per le proprie attività. |
25 | সম্পূর্ণ কাহিনী। . | Ecco la storia completa. |