# | ben | ita |
---|
1 | কেনিয়া: শিংওয়ালা হরিণের জরুরী স্থান পরিবর্তন | Kenya: urgente il trasferimento delle antilopi lelwel |
2 | ২০০৮ সালের শেষ লগ্নে মাউন্ট কেনিয়া আর আবেরদারে জঙ্গল থেকে যে সব বাসিন্দাদের দুই দশক আগে সরিয়ে নেয়া হয়েছিল তাদেরকে একটি করে প্লট দেয়া হয় কেনিয়ার লাইকিপিয়ার বিস্তীর্ন সোলিও র্যাঞ্চে সেক্টর ডি তে। | Alla fine del 2008, gli abusivi che una ventina d'anni fa erano stati sfrattati dal parco nazionale del Monte Kenya [it] e dalle foreste di Aberdare [in] si sono visti assegnare degli appezzamenti di terreno nel settore D del vasto Solio Ranch, nella regione di Laikipia. |
3 | ১৫,৫০০ একরের সেক্টর ডি কিন্তু ৪৮০টি লেলোয়েল হার্টবীস্ট (এক ধরনের শিংওয়ালা হরিণ), ৬০০টা সাধারণ জেব্রা; ২১০টা ইম্পালা; ১০২০টা থমসন গাজিলা; ৩৬টা ওরিক্স আর ৪১টা এল্যান্ডের আবাসভূমি। | All'interno dei suoi 15.500 acri, tuttavia, il settore D ospita 480 antilopi lelwel, 600 zebre della prateria, 210 impala, 1.020 gazzelle Thomson, 36 orici e 41 antilopi eland. |
4 | ওয়াইল্ডলাইফ ডাইরেক্টে নতুন লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণ ব্লগে লিখতে গিয়ে এলোডি সাম্পেরে লেলোয়েল হার্টবীস্টের এর সোলিও জনসংখ্যায় গুরুত্বের কথা জোর দিয়ে বলেছেন: | Elodie Sampéré, sul nuovo blog Lewa Wildlife Conservancy del sito WildlifeDirect [in], scrive sottolineando l'importanza della popolazione di antilopi lelwel [in] presenti nel Solio Ranch: |
5 | কেনিয়ায় প্রায় ১০০০ লেলোয়েল হার্টবীস্ট বেঁচে আছে। | Sono rimaste soltanto circa 1.000 antilopi lelwel in tutto il Kenya. |
6 | এদেরকে দুইটি জায়গায় মাত্র পাওয়া যায়: ১) রুমা জাতীয় পার্ক যেখানে মাত্র কয়েক ডজন পশু আছে আর ২) প্রায় ১০০০টা লাইকিপিয়া অঞ্চলে। | Queste si trovano solo in due zone: (1) Il parco nazionale di Ruma, con appena qualche dozzina di esemplari, e (2) la regione di Laikipia, con una popolazione di quasi 1.000 esemplari. |
7 | এই লাইকিপিয়া জনসংখ্যা দেখা গেছে বৈচিত্রপূর্ণ। | È stato dimostrato che questi ultimi hanno caratteristiche genetiche differenti. |
8 | এর মধ্যে ৭৫% প্রাণীকে পাওয়া যায় সোলিও র্যাঞ্চে। | All'incirca il 75% di questa popolazione si trova nel Solio Ranch. |
9 | লেলোয়েল হার্টবীস্ট আইইউসিএন রেড লিস্ট ২০০৮ এ তালিকাভুক্ত বিপন্ন প্রাণী যেহেতু বিশ্বে এদের জনসংখ্যা ১৯৮০ সালের ২৮৫,০০০ থেকে কমে ৭০,০০০ এর নীচে নেমে গেছে। | L'antilope lelwel figura nell'elenco delle specie a rischio d'estinzione della IUCN Red List [in] del 2008, visto che la popolazione complessiva è scesa da 285.000 a meno di 70.000 esemplari, dagli anni '80 a oggi. |
10 | মানুষ যখন সেক্টর ডি তে যাওয়া শুরু করবে তখন শিকার আর ফাঁদ পেতে ধরা অনেক বেড়ে যাবে। | Con l'avanzare degli insediamenti umani nel settore D, la minaccia del bracconaggio e della caccia alla selvaggina crescerà in maniera esponenziale. |
11 | তাই লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণশালা, ওল পেজেতা সংরক্ষণশালা আর কেনিয়া বন্যপ্রাণী সার্ভিস এইসব দুর্লভ হরিণকে সোলিও সেক্টর ডি থেকে সরিয়ে নিচ্ছে। | Ecco perché le associazioni Lewa Wildlife Conservancy, Ol Pejeta Conservancy e Kenya Wildlife Service [in] stanno trasportando queste rare antilopi al di fuori del settore D del Solio Ranch. |
12 | প্রথমভাগের বসবাসকারীরা এসেছেন আর তাই এখন প্রাণীদের স্থানান্তর করা জরুরী হয়ে পড়েছে। | La prima ondata di abitanti è arrivata in loco, e il trasferimento è ormai un problema urgente. |
13 | আজ পর্যন্ত, তারা এরই মধ্যে ২৪৫টি হার্টবীস্ট; ১৪০টা সাধারন জেব্রা আর ২৫টা ইম্পালাকে সরিয়েছে। | Fino a oggi, sono già state spostate 245 antilopi sudafricane, 140 zebre della prateria e 25 impala. |
14 | বাকি প্রাণীদের স্থানান্তরের জন্য লেওয়া বন্যপ্রাণী সংরক্ষণশালা এখন একটা আবেদন করেছে কিছু অর্থ সাহায্যের জন্য। | Ora l'associazione Lewa Wildlife Conservancy ha lanciato un appello per raccogliere i fondi atti a trasferire il resto degli animali. |
15 | তাদের নতুন ব্লগে আপনি সাড়াটা দেখতে পাবেন। | Si può contribuire direttamente sul loro blog [in]. |