Sentence alignment for gv-ben-20110922-20148.xml (html) - gv-ita-20110525-39935.xml (html)

#benita
1স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদনTecnologia per la trasparenza: relazione conclusiva
2টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা‘ প্রকাশ করেছে।Il Technology for Transparency Network annuncia la pubblicazione della relazione conclusiva che documenta la mappatura su scala globale delle tecnologie per favorire trasparenza e accountability, la responsabilità delle autorità di rispondere ai cittadini delle proprie azioni.
3এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ (@টিএইনিশিয়েটিভ)। এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে।Il documento è pubblicato a cura di Transparency and Accountability Initiative (@TAInitiative) parallelamente a una serie di altre relazioni sull'attuale orientamento alla promozione della trasparenza a livello globale.
4প্রতিবেদন গুলিতে তিনটি মূল গবেষণা ক্ষেত্রের উপর আলোকপাত করা হয়েছে- প্রভাব থেকে শিক্ষা, নতুন প্রযুক্তিসমূহ ও প্রবর্তিত নীতিসমূহ।Gli ambiti di ricerca coinvolti sono: ricadute e processo di apprendimento, nuove tecnologie e innovazioni nelle politiche pubbliche.
5আমাদের কাজে সহায়তা করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগকে, আমাদের চমৎকার গবেষক দলকে এবং ডেভিড সাসাকিকে, যিনি স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি আরম্ভ করেছেন এবং এর প্রারম্ভিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন, যা এই প্রতিবেদনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।Un sentito ringraziamento va alla Transparency and Accountability Initiative per il sostegno accordato al nostro lavoro, alla straordinaria squadra di ricercatori coinvolti e a David Sasaki, che ha lanciato e diretto il Technology for Transparency Network nella sua fase iniziale, ponendo le basi per la realizzazione del documento - disponibile qui in pdf.
6এই প্রতিবেদনটিতে ১০০ এর বেশি প্রকল্পের মূল ফলাফলের পর্যালোচনা এবং মধ্য ও পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাব-সাহারান আফ্রিকার ডজন ডজন প্রয়োগকারীর সাক্ষাৎকার যোগ করা হয়েছে যারা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উপায় হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন।Il documento contiene le conclusioni cui siamo giunti dopo aver esaminato oltre 100 progetti e intervistato decine di operatori che utilizzano la tecnologia come strumento per accrescere trasparenza e accountability nelle seguenti aree geografiche: Europa centrale e orientale, Asia orientale, America Latina, Medio Oriente, Nord Africa, Asia meridionale, Sud Est asiatico, ex-Unione sovietica e Africa sub-sahariana.
7এই বিবরণটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা আন্দোলনের বর্তমান পর্যায় সম্পর্কে ধারণা দেয় এবং এর প্রভাব মাপার জন্য উদ্দীপক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়।La sintesi proposta fornisce una prima valutazione sull'orientamento mondiale alla promozione di trasparenza e accountability, esaminando non solo le stimolanti possibilità di ricadute positive, ma anche gli aspetti problematici e gli ostacoli.
8স্বচ্ছতা ও দায়বদ্ধতা যারা অনুশীলন করেন তাদের জন্য উদীয়মান প্রযুক্তি সমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কার্যকর কাঠামোতে নিয়ে আসার জন্য অন্তত চারটি উপায়ের প্রয়োজন:Per gli operatori del settore le possibilità di utilizzo della tecnologia per la trasparenza e l'accountability possono utilmente schematizzarsi in almeno quattro percorsi
9আমরা যে প্রকল্পের উপর কাজ করেছি তার বেশিরভাগই সরকারের নির্বাহী অথবা বিধানিক শাখার উপর।La maggior parte dei progetti che abbiamo esaminato riguarda gli apparati statali che fanno capo al potere esecutivo e a quello legislativo.
10অল্প সংখ্যক প্রকল্প বিচারিক শাখা, গণমাধ্যম, বেসরকারি খাত ও দাতাদের উপর আলোকপাত করেছে।Un minor numero di progetti è invece incentrato sugli organi giudiziari, sui media, sul settore privato, e i donatori di aiuti finanziari.
11প্রায় অর্ধেক প্রকল্প নির্বাচন পর্যবেক্ষণের উপর আলোকপাত করছে।Quasi la metà dei progetti si occupano di monitoraggio di consultazioni elettorali.
12যদিও অনেকেই এক্ষেত্রে উশাহিদি ব্যবহার করছে, অনেকে নিজেরা নিজেদের উপায়ে অগ্রসর হয়েছে যেমন অনেকে বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত নির্বাচন বিষয়ক খবরের সমষ্টি একটি সাইটে প্রবেশ করিয়েছে এবং গুগল ম্যাপস এ নির্বাচন নিয়ে সরকারী প্রতিবেদনগুলি চিহ্নিত করছে।Molti fra questi utilizzano la piattaforma Ushahidi, ma altri hanno sviluppato metodologie proprie, come l'aggregazione in un unico sito web di informazioni elettorali derivanti da molteplici fonti, e il tracciamento su Google Maps di rapporti ufficiali sul monitoraggio di consultazioni elettorali.
13একাধিক প্রকল্প বিভিন্ন অঞ্চলের আইনসভার স্বচ্ছতা উপর আলোকপাত করেছে। এক্ষেত্রে তারা প্রত্যেক প্রতিনিধির বিধানিক বিল অনুসরণ করেছে এবং প্রত্যেক প্রতিনিধির পরিলেখ বানিয়েছে যেখানে তাদের জীবনবৃত্তান্ত ও ভোটের নথি যোগ করেছে।Esistono iniziative multi-regionali incentrate sulla trasparenza del processo legislativo che tracciano gli atti legislativi e spesso pubblicano anche i profili dei rappresentanti, compresa la loro biografia e gli esiti delle votazioni.
14অনেকে রাজনৈতিক দলগুলিরও পরিলেখ তৈরি অথবা বিধানিক খরচের নথি তৈরি করেছে।Altri presentano invece il profilo dei partiti politici, o il rendiconto delle spese in cui incorrono gli organi legislativi.
15আমরা অর্ধেকেরও বেশি যে প্রকল্পগুলি নথিভুক্ত করেছি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও নেভিগেশন যন্ত্র, এছাড়াও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের বিভিন্ন উপায়।Un aspetto importante di oltre la metà dei progetti documentati sta nella visualizzazione dei dati e negli strumenti di navigazione, ma anche nella varietà di forme di raccolta dati presso i cittadini.
16প্রায় এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নে কোনও না কোনোভাবে মুঠোফোনের ব্যবহার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা টেক্সট মেসেজিং সুবিধা ব্যবহার করে নাগরিকদের তথ্য প্রদান বা তথ্য গ্রহণের মাধ্যমে।All'incirca la metà dei progetti utilizza variamente i telefoni cellulari, prevedendo generalmente per i cittadini la possibilità di dare o ricevere informazioni mediante SMS.
17স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি ওয়েবসাইট খোলা থাকবে এমন একটি সাইট হিসেবে যেখানে আমরা প্রকল্প, যন্ত্রপাতি ও নতুন ধারণা সকলের সাথে ভাগ করতে পারবো, সফল উদ্যোগগুলোর আসর হিসেবে ব্যবহার করতে পারবো এবং যারা অন্যের কাজ দেখে শিখতে চায় তাদের উপকার করতে পারবো।Il sito web di Technology for Transparency Network resta aperto allo scambio di progetti, strumenti e idee: un punto d'incontro per analoghe iniziative e per chi voglia imparare dal lavoro svolto da altri.
18আপনি আমাদের মেইলিং লিস্টের গ্রাহক করতে পারেন, অনলাইনে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ প্রবন্ধ পড়তে পারেন কিংবা অবদান রাখতে পারেন।Ci si può iscrivere alla relativa mailing list, leggere i contenuti o proporre articoli specialistici.
19এবং আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন (@টেকট্রান্সপারেন্ট) এবং ফেসবুকে লাইক করতে পারেন।È inoltre possibile seguire i rilanci su Twitter (@techtransparent) e su Facebook.
20এ ক্ষেত্রটি কেবল উদিত হওয়া শুরু হয়েছে, এবং আমরা সহযোগিতা ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের মাধ্যমে এ বৈশ্বিক প্রচেষ্টাকে সযত্নে লালন করতে চাই।Essendo questo un settore emergente è importante poter collaborare e mettersi in contatto con chi opera in altri Paesi, per contribuire a iniziative analoghe in tutto il mondo.