# | ben | ita |
---|
1 | উইকিলিকস, থাইলিকস, ইন্দোলিকস এবং পিনয়লিকস | Arrivano Wikileaks, Thaileaks, Indoleaks, Pinoyleaks nei Paesi del Sud-est Asiatico |
2 | দক্ষিণপূর্ব এশিয়ায় উইকিলিকস এর অনুরূপ কয়েকটি সাইট চালু হয়েছে; এগুলো হচ্ছে থাইল্যান্ডের থাইলিকস, ইন্দোনেশিয়ার ইন্দোলিকস আর ফিলিপাইনসের পিনয়লিকস। এই মাসে সমস্ত ওয়েবসাইট প্রতিষ্ঠা/চালু হয়েছে। | Nel sud-est asiatico sono nati tre cloni di Wikileaks [en, come tutti i link successivi]: Thaileaks in Thailandia, Indoleaks in Indonesia e PinoyLeaks nelle Filippine, creati questo mese al fine di sostenere il lavoro iniziato da Wikileaks e rendere noti nei rispettivi Paesi documenti di stato segreti. |
3 | উইকিলিকস যে সমস্ত কাজ করা শুরু করেছে, সেগুলোকে সমর্থন করার এবং নিজ নিজ দেশের সরকারের গোপন বিষয় উন্মোচন করার লক্ষ্য এসব সাইট প্রতিষ্ঠা করা হয়েছে। | |
4 | থাইলিকস নামক ওয়েব সাইট থাইল্যান্ডে উইকিলিকসকে আবার জাগিয়ে তুলেছে, কারণ থাইল্যান্ড সরকার উইকিলিকস সাইটটি বন্ধ করে রেখেছে। | Thaileaks ha ridato vita a Wikileaks in Tailandia, dove il governo ne aveva bloccato l'accesso |
5 | কোন এক অজানা কারণে থাই সরকার সে দেশে উইকিলিকসের সাইটে প্রবেশ বন্ধ করে রেখেছে। | Per ragioni ignote, il governo ha bloccato l'accesso al sito di Wikileaks. |
6 | এর মানে হল থাইল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এবং ওয়েব ব্যবহারকারীরা বর্তমান নেটভিত্তিক এই স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে পারছে না। | Pertanto i frequentatori abituali del web sono stati privati della possibilità di prendere parte al movimento di libertà attualmente in Rete. |
7 | বিশ্বের যে কোন প্রান্তেই এটা গ্রহণযোগ্য নয়। | Ciò è inaccettabile, in qualunque parte del mondo avvenga. |
8 | যার ফলে আমরা উইকিলিকসে থাইল্যান্ড সংক্রান্ত যত নথি রয়েছে সেগুলোকে সহজে নামানোর ব্যবস্থা করেছি। | Di conseguenza, abbiamo reso direttamente scaricabili tutti i contenuti di Wikileaks legati alla Tailandia. |
9 | বিশেষ তথ্য-এই লেখাটি থাই রাষ্ট্র বা রাজ পরিবারের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে লেখা হয়নি। | Nota - Non si tratta di mancanza di rispetto nei confronti dello Stato tailandese o della famiglia reale, bensì di lotta per la libertà d'informazione. |
10 | এটা তথ্য স্বাধীনতাকে অবাধ করার এক উদ্যোগ। | thaicables ha pubblicato documenti di Wikileaks correlati alla Thailandia |
11 | উইকিলিকসে থাইল্যান্ড সংক্রান্ত যে সব নথি প্রকাশ হয়েছে, থাইকেবলস সেই সব নথি প্রকাশ করেছে। ব্যাংককে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রায় ৩০০০ কেবল বা নথি, যেগুলো মূলত ২০০৫ সাল থেকে ফ্রেব্রুয়ারি- ২০১০ সাল-এর মধ্যে পাঠনো হয়েছে, সেগুলো প্রকাশ করা হয়েছে। | Con il rilascio di circa 3.000 cable dell'ambasciata statunitense a Bangkok, dal 2005 al febbraio 2010, è solo questione di tempo prima che il Ministro dell'Informazione (MICT) blocchi l'accesso ai testi pubblicati da Wikileaks. |
12 | এমআইএসটিরি দ্বারা উইকিলিকসে প্রকাশিত নথিপত্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা তৈরির বিষয়টি হবে কেবল এক সময়ের ব্যাপার মাত্র। | Non crediamo nella censura e pensiamo che chiunque in Tailandia abbia il diritto di accedere ad ogni informazione disponibile su internet, comprese quelle di Wikileaks. |
13 | আমরা সেন্সরশিপের বিশ্বাস করি না। | Ecco perché è nato questo blog. |
14 | আমরা মনে করি যে, উইকিলিকস সহ ইন্টারনেটে যে সমস্ত তথ্য পাওয়া যায়, তাতে থাইল্যান্ডের সকল নাগরিকের প্রবেশের অধিকার থাকা উচিত। | Il sito Indoleaks è stato lanciato il 10 dicembre scorso, in occasione della celebrazione della giornata dei diritti umani. |
15 | এই কারণে এই ব্লগের উৎপত্তি। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন দিনটিতে ইন্দোলিকস চালু করা হয়। | Il suo slogan recita: “Sebab informasi adalah hak asasi”, cioè: “Perché l'informazione è un diritto umano.” |
16 | এর ট্যাগলাইন (মূল বাণী) হচ্ছে “সেবাবা ইনফরমাসি আদালাহ হাক আসিস”, বাংলায় এর অর্থ হচ্ছে “কারণ তথ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার”। | |
17 | আত্মপ্রকাশের দুদিন পরই, ইন্দোলিকস-এর কর্তারা জানাচ্ছে যে, এই ওয়েবসাইটে প্রবেশ করা লোকজন প্রায় ১০০,০০০ টি নথি নামিয়েছে। | Due giorni dopo il lancio, Indoleaks ha segnalato che oltre 100.000 documenti erano già stati scaricati dai visitatori del sito. |
18 | এক সপ্তাহের মধ্যে প্রায় এক মিলিয়ন ব্যক্তি এই সাইটে প্রবেশ করে। | Dopo una settimana le visite sfioravano il milione. |
19 | এখন পর্যন্ত এটা একটিভিস্ট মুনীর হত্যাকাণ্ড, সিডোয়ারজোর ভূমিধস, এবং ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের এক আলাপচারিতার অনুবাদকৃত সরকারি নথি প্রকাশ করেছ। এই আলোচনার বিষয়টি ১৯৭৫ সালে পূর্ব তিমুর এলাকায় ইন্দোনেশিয়ার আক্রমণের আগে দুটি দেশের নেতাদের ইন্দোনেশিয়ার নীতি নিয়ে আলোচনা। | Ad oggi, sono stati pubblicati documenti governativi relativi all'assassinio dell'attivista Munir, alle eruzioni del vulcano Sidoarjo e la trascrizione di una conversazione tra leader indonesiani e statunitensi riguardo la politica indonesiana sul Timor Est prima dell'invasione del dicembre 1975. |
20 | ইন্দোলিকস-এর গতি লাভের ব্যাপারে আপারকেইস ব্লগ বলছে: | Uppercaise, in riferimento al significato di Indoleaks, spiega: |
21 | এটি ইন্দোনেশিয়ার নাগরিকদের মতামত প্রদান ছাড়াই, মূল নথিপত্র জমা দেয়ার আহ্বান জানাচ্ছে, কারো নাম উল্লেখ না করেই এই সব নথি প্রকাশ করা হচ্ছে। | Si appella al pubblico indonesiano per presentare documenti originali senza l'opinione del mittente, pubblicandoli in forma anonima. |
22 | এই সাইট কোন ব্যাংকের বিস্তারিত হিসাবপত্র, মধ্যবর্তী কোন ঘটনার বর্ণনা বা অন্য কোন ব্যক্তিগত নথি প্রকাশ করছে না। | Ha garantito che non pubblicherà dettagli di conti correnti bancari, storie mediatiche e altri dettagli personali. |
23 | একই সাথে এই ওয়েবসাইটের ত্রুটি সম্বন্ধে তারা লিখেছে: | Inoltre, sui difetti del sito, dichiara: |
24 | দুর্ভাগ্যজনকভাবে, ইন্দোলিকসের কাজে কিছুটা অপেশাদারিত্ব মনোভাব দেখা যাচ্ছে, যেমন তারা গুগল ডকসের মত গণ সাইটে নথিপত্র প্রকাশ করেছে এবং সাইটের মালিক এক জিমেইলের ঠিকানা ব্যবহার করেছে, এ কারণে যে সমস্ত নথিপত্র প্রকাশিত হয়েছে এবং নাম প্রকাশ না করার মধ্যে যে সমস্ত যোগাযোগ তৈরি করা হয়েছে, সেগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। | Sfortunatamente, Indoleaks è caratterizzato da un leggero dilettantismo, con documenti già pubblicati su siti pubblici come Google Docs, e il proprietario del sito utilizza un indirizzo email su Gmail; ciò fa aumentare le preoccupazioni relative alla sicurezza dei documenti pubblicati e la tutela nei confronti delle cable in forma anonima. |
25 | এই মুহূর্তে, সাইটের কর্মকর্তারা, যাতে সাইটির সংকেত ভাঙ্গা যাতে না যায়, না তার ব্যবস্থা করেছে, এবং না তারা সাইটে প্রবেশ করা করা ব্যক্তিদের কি ভাবে ইন্টারনেটে নাম গোপন রাখা যায় সে ব্যাপারে কোন উপদেশ প্রদান করছে। | Per il momento pare che il sito non utilizzi comunicazioni criptate, né tanto meno che fornisca ai visitatori consigli relativi all'anonimato su internet o a sistemi sicuri per tutelare la propria identità quando navigano o forniscono dati personali. |
26 | আর যারা সাইটে প্রবেশ করছে বা কোন তথ্য প্রদান করছে, তাদের পরিচয় গোপন রাখার বা তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা করা হয়নি। | L'1 febbraio 2011 PinoyLeaks inizierà a pubblicare notizie riservate su casi di corruzione nelle Filippine. |
27 | ১ ফ্রেব্রুয়ারি ,২০১১ সাল থেকে পিনয়লিকস নামক সাইটটি ফিলিপাইনসের দুর্নীতির ঘটনার নথিপত্র প্রকাশিত করা শুরু করবে। | PinoyLeaks è un'organizazione non-profit finalizzata a rivelare la corruzione presente nel governo nazionale e locale delle Filippine, diffondendone le prove nella blogosfera. |
28 | পিনয়লিকস একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ফিলিপাইনের জাতীয় এবং স্থানীয় পর্যায়ের দুর্নীতির ঘটনা প্রকাশ করার জন্য নিবেদিত। | Abbiamo un sistema solido e sicuro tramite cui varie fonti ci forniscono notizie in forma anonima. |
29 | তারা ব্লগ জগৎে নানান দুর্নীতির প্রমাণ জমা করছে। এই সাইট জানাচ্ছে, নাম গোপন রেখে যারা তথ্য প্রদান করতে চায়, সেই সমস্ত আওয়াজ সৃষ্টিকারী ব্যক্তিদের জন্য আমরা নিশ্চিত এবং নিরাপদ এক ব্যবস্থা গ্রহণ করেছি। | PinoyLeaks è simile a Wikileaks, ma la sua missione è specificamente focalizzata a rendere noti solo i casi di corruzione nelle Filippine, e lavora con i blogger anziché con le testate tradizionali. |
30 | পিনয়লিকস হচ্ছে অনেকটাই উইকিলিকসের মত, তবে এর ব্যতিক্রমী দিক হচ্ছে এটি কেবল দুর্নীতির ঘটনা প্রকাশ করার উপর মনোযোগ প্রদান করে থাকে। | Spetta quindi ai blogger decidere se diffondere o meno simili notizie. |
31 | এই সাইট কেবল ফিলিপাইনসের মধ্যে সীমাবদ্ধ এবং পিনয়লিকস ঐতিহ্যবাহী প্রচার মাধ্যমের বদলে কেবল ব্লগারদের মঝে দুর্নীতির সংবাদ ছড়িয়ে দেবে। | |
32 | পিনয়লিকস স্পষ্ট করছে যে, উইকিলিকসের সাথে তাদের কোন সম্পর্ক নেই। | Il sito precisa di non avere alcun legame con Wikileaks: |
33 | আমরা এই বিষয়ে মনোযোগ প্রদান করতে চাই, আমরা উইকিলিকস প্রবেশ করার চেষ্টা করছি, সেখানে প্রবেশ করতে পারছি না। | Vogliamo enfatizzare il fatto che stiamo liberandoci dalla scia del sito di Wikileaks, con il quale non abbiamo alcun rapporto, ufficiale o ufficioso. |
34 | কিন্তু আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে উইকিলিকসের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। | Aiutate PinoyLeaks a svuolgere un ruolo nella trasformazione della Filippine da Paese del terzo mondo povero e corrotto a nazione moderna. |
35 | ফিলিপাইনসকে দুর্নীতি এবং এবং দারিদ্রমুক্ত তৃতীয় বিশ্বের রাষ্ট্র থেকে উন্নত এক জাতীর রাষ্ট্রে রুপান্তরিত করার ক্ষেত্রে পিনয়লিকস যাতে ভূমিকা পালন করতে পারে, তার জন্য দয়া করে সাইটটিকে সাহায্য করুন। | |