Sentence alignment for gv-ben-20100801-12077.xml (html) - gv-ita-20100728-22459.xml (html)

#benita
1ভেনেজুয়েলা আর কলম্বিয়া: অনলাইন রাজনৈতিক কার্টুন শো সাম্প্রতিক বিষয়গুলোর হাস্যরসাত্মক সমালোচনা করছেVenezuela e Colombia: i cartoni animati online sdrammatizzano l'attualità politica
2রাষ্ট্রপতির দ্বীপIsola dei Presidenti
3কিছু হাস্যরসাত্মক অনলাইন রাজনৈতিক কার্টুন শো ভেনেজুয়েলা আর কলম্বিয়ার নেট নাগরিকদের আনন্দ দিচ্ছে যারা অনলাইনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাচ্ছে।I cartoon online di umorismo politico vanno offrendo una valvola di sfogo ai cittadini locali che si rivolgono al web per trovare prospettive diverse sugli ultimi eventi nazionali.
4ইন্টারনটিসমো ক্রনিকো কলম্বিয়ার আর পারোডিয়ারিও টিভি ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করে আসছে।In Colombia, Internautismo Crónico [Internautismo cronico, es] e Parodiario TV commentano gli avvenimenti recenti e, in Venezuela, Chigüire Bipolar si è affermato con Isla Presidencial [L'isola dei Presidenti, es].
5চিগুইরে বাইপোলার তার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারনটিসমোর রাজনৈতিক বিষয় নিয়ে আলাদা কোন অনুষ্ঠান নেই তবে এটি সাম্প্রতিক ঘটনা অনুসারে বিভিন্ন চরিত্রকে (কার্টুনের মাধ্যমে) তুলে ধরে।Mentre Internautismo non è organizzato come serie specifica per discutere le questioni politiche ma pone semplicemente i personaggi in situazione diverse per come si presentano, Parodiario.tv [es] si è fatta un nome con El Pequeño Tirano [Il piccolo dittatore], uno show online caratterizzato da due versioni di tiranni, uno di destra e uno di sinistra, rappresentati da un personaggio verde e da uno rosso.
6পারাডরিও.
7টিভি তার নিজস্ব ওয়েব শো লিটল টাইরেন্ট (ছোট স্বৈরাচার) এর মাধ্যমে বেশ নাম করেছে।
8এটি স্বৈরাচারের দুই দিক দেখায়, একটি ডান পক্ষ এবং একটি বাম পক্ষ যাদের একজন করে গ্রীন পার্টি এবং বাম দলের রাজনৈতিক নেতার চরিত্র আছে।La Isla Presidencial [es] venezuelana prende spunto dalla serie tv Lost e assegna la parte di naufraghi in un'isola deserta ai presidenti dei paesi sudamericani e al re di Spagna. Di seguito, una selezione degli episodi.
9ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড জনপ্রিয় (আমেরিকান) টেলিভিশন সিরিজ লস্ট এর আদলে তৈরি এবং বিভিন্ন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপতি এবং স্প্যানিশ রাজাদের চরিত্র হিসেবে দেখায় যারা একটি জনমানবহীন দ্বীপে এসে পরে।
10এই পোস্টের নীচে এই সিরিজ থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে। ইন্টারনটিসমোর এই সিরিজে ভেনেজুয়েলা, কলম্বিয়া আর ইকুয়েডর আর কলম্বিয়ার রাষ্ট্রপতিরা পেরুতে ৯০ এর দশকের একটি জনপ্রিয় টিভি শোতে আসে।In questo episodio di Internautismo [es], i presidenti di Venezuela, Colombia e Ecuador partecipano tutti insieme a un popolare talk show peruviano degli anni 90, Laura en America [en], uno show alla Jerry Springer [it] dove tradimenti, infedeltà e bambini misteriosi sono una presenza costante.
11এই শোর নাম ‘লরা ইন আমেরিকা' যেটি জনপ্রিয় টক শো জেরি স্প্রিঙ্গারের মতো যেখানে বিশ্বাসঘাতকতা, দ্বিমুখী নীতি আর বাবার পরিচয়হীন শিশুদের নিয়ে নিত্য হাস্যরসাত্মক উপস্থাপনা হয়। এই অনুষ্ঠানের নাম “আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভাল নয় আর তারা আমাকে মেরে ফেলতে চাইছে”, এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে, তার সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সমস্যা নিয়ে কথা বলেছেন শোর হোস্ট লরার সাথে।La puntata dello show si intitola “Tengo problemas con mis vecinos y creo que quieren matarme” [Ho dei problemi con i miei vicini e credo che vogliano ammazzarmi] e vi si trova Alvaro Uribe [it], il presidente della Colombia, che racconta a Laura tutti i suoi problemi con Hugo Chavez [it], il presidente del Venezuela, il quale nega di aver fornito lanciarazzi ai nemici della Colombia (ammettendo allo stesso tempo di aver dato loro molte altre cose) mentre poi il presidente dell'Ecuador, Rafael Correa [it], nega di aver flirtato con le Forze Armate Rivoluzionarie della Colombia [FARC, it], nonostante un video segreto [lo testimoni].
12শাভেজ অস্বীকার করেছেন যে তিনি কলম্বিয়ার শত্রুদের রকেট লঞ্চার দিয়েছেন (যদিও স্বীকার করেছেন তাদের আরও অনেক কিছুই দিয়েছেন)।Nel finale, nello stile tipico di Laura en America, agli ospiti viene dato il tradizionale premio: un carretto di panini e dei corsi di informatica.
13পরে ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল করিয়া অস্বীকার করেছেন যে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের সাথে তার ভাল সম্পর্ক আছে, যদিও একটি গোপন ভিডিওতে তা দৃশ্যমান।
14সব শেষে লরা আমেরিকান স্টাইলে অতিথিদের উপহার দিচ্ছেন: একটি স্যান্ডউইচ বেচার ঠেলাগাড়ি আর কম্পিউটার ক্লাসের ভাউচার।Nel frattempo El Pequeño Tirano, il cartone di Parodiario.tv [es], intrattiene con la sua visione di come una cattiva conduzione di governo non dipenda dal colore politico.
15ওদিকে পারাডিয়ারিও টিভির কার্টুন লিটল টাইর‍্যান্ট মজার অনুষ্ঠান দেখাচ্ছে যেখানে খারাপ নেতৃত্ব বিশেষ রাজনৈতিক দলের বৈশিষ্ট নয় এই পরিপ্রেক্ষিত প্রতিফলিত হয়।
16(ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত) এই কার্টুন শোর জনপ্রিয়তার জন্যে কলম্বিয়ার বই আর সঙ্গীতের দোকানে এই অনুষ্ঠানের ভিডিও খুব ভাল বিক্রি হচ্ছে।La popolarità di questo cartone (realizzato sotto licenza Creative Commons) ha portato alla vendita e alla promozione dei dvd di entrambe le stagioni nei negozi di libri e di musica.
17লিটল টাইর‍্যান্টের এই এপিসোডে, কলম্বিয়ার বাচ্চাদের জনপ্রিয় ছড়াগান “রিন রিন রেনাকুয়াজোর” মাধ্যমে বাম স্বৈরাচার এবং ডান স্বৈরাচার আবিষ্কার করছে যে কিভাবে একজন চর হতে হয় এবং আরও অনেক শিক্ষা লাভ করা যায়, যেমন কিভাবে কাজের আগেই বেতন নেয়া যায়।In questo episodio de El Pequeño Tirano [es], basato su una popolare filastrocca per bambini colombiana “Rin Rin Renacuajo” [en], un dittatore di sinistra e uno di destra scoprono come diventare un informatore e apprendono lezioni importanti durante una passeggiata, per esempio come l'avere pagamenti in anticipo possa fare la differenza.
18ভেনেজুয়েলার ক্ষেত্রে চিগুইরে বাইপোলার নির্মিত খুবই জনপ্রিয় প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে জটিল সম্পর্ককে ব্যবচ্ছেদ করছে।Sulla sponda venezuelana, la divertentissima Isla Presidencial, portataci da Chigüire Bipolar [es], ci mostra una relazione fra gli stati latinoamericani molto più complessa. In questi due frammenti di un episodio, i presidenti naufragano su un'isola abbandonata dopo aver concluso un summit.
19নীচের দুই পর্বের ধারাবাহিকে একটি রাষ্ট্রীয় সম্মিলনে যোগ দেবার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একটি জনমানবহীন দ্বীপে আটকা পরে।
20তারা একটি নৌকা তৈরি করে দ্বীপটি থেকে বেড়িয়ে যেতে চায়, তবে সেখানে সবার যায়গা হয় না। তাই সেখানে একটি ফুটবল ম্যাচ খেলা হয় এবং সিদ্ধান্ত হয় যে বিজয়ীরাই নৌকায় ওঠার সুযোগ পাবে।Costruiscono una zattera e decidono di lasciare l'isola: non potendo stare tutti sopra [la zattera] come suggerisce il presidente del Venezuela Chavez, si gioca una partita di calcio fra paesi allineati e paesi non allineati e i vincitori potranno lasciare l'isola.
21স্পেনের রাজা এই খেলার ধারাবর্ণনা দেন।La partita viene commentata dal re di Spagna [it].
22এর ১ম এবং ২য় পর্ব দেখুন।Guarda la prima parte [es] e la seconda parte [es].
23এবং একটি আলাদা ক্লিপে এখানে ভেনেজুয়েলার বারিনাসের রেট্রোটিভির ভেনেজুয়েলার ইতিহাসের বর্ণনা দেখুন:E come ulteriore approfondimento, qui trovate la storia illustrata del Venezuela [es] trasmessa da RetroTV di Barinas [it], in Venezuela: