Sentence alignment for gv-ben-20090217-1624.xml (html) - gv-ita-20090216-680.xml (html)

#benita
1কিউবা: নোভা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের প্রকাশCuba: arriva Nova Baire, sistema operativo open source
2কিউবার সরকার হাভানার তথ্য ও প্রযুক্তিগত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প মারফত তৈরি করা তাদের নিজেদের সংস্করণের ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম অবমুক্ত করেছে। তারা আশা করে নোভা বায়রে নামক এই নতুন সিস্টেমের দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে ৫০% সরকারী কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ থেকে সরানো যাবে।Grazie a un progetto sviluppato alla Università di Scienza Informatica [sp] de L'Avana (UCI l'acronimo in spagnolo), il governo di Cuba ha rilasciato una propria versione del sistema operativo open-source Linux e nei prossimi cinque anni conta di sostituire Microsoft Windows nel 50% dei computer governativi con questo nuovo sistema chiamato Nova Baire.
3এর উন্মোচন করা হয় ইনফর্মাটিকা ২০০৯ আন্তর্জাতিক কনভেনশন আর মেলায়।Il sistema è stato presentato alla Fiera internazionale Informàtica 2009 [in].
4“টাক্স গুয়েভারা” গ্রাফিক্স ব্রুনোসিবির তৈরি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত
5নোভা বায়রে সফ্টওয়ারের উন্নয়ন করা হয়েছিল কারন কিউবার দ্বীপে আইনগতভাবে সফ্টওয়ার পাওয়া কঠিন এই কারনে কিছুটা কিন্তু অন্য কারনেও, যেমন ল্যাটিন আমেরিকান প্রযুক্তি সাইট ফেয়ারওয়ার এর জিরোজেন লিখেছেন, ”কিউবা মাইক্রোসফট সফটওয়ার থেকে বিপদ দেখছে কারন আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো এদের অ্যাক্সেস কোড পাবে।”Nova Baire è stato realizzato in prte per le difficoltà di ottenere legalmente il software sull'isola, ma anche, come scrive ZeroZen sul sito di tecnologia latino-americano FayerWayer [sp], “perchè Cuba vede la potenziale minaccia del software MS (Microsoft), dato che che le agenzie di sicurezza americane possono ottenerne i codici d'accesso.” Si dice anche che lo sviluppo del sistema sia in linea con l'ideologia del governo.
6এই সিস্টেমের উন্নয়ন সরকারের নীতির সাথে সম্পৃক্ত করে করা হয়েছে বলা হচ্ছে।Penúltimos Días pubblica una citazione di Héctor Rodríguez [sp], rettore del Dipartimento del Software Open-Source presso la UCI:
7পেনালতিমোস ডিয়াস ইউসিআই এর ওপেন সোর্স সফটওয়ার ডিপার্টমেন্টের ডিন হেক্টর রড্রিগেজের একটা মন্তব্য উদ্ধৃত করেছে যিনি বলেছেন:“Il movimento del software libero è il più vicino all'ideologia del popolo cubano, soprattutto rispetto all'indipendenza ed alla sovranità. Il software privato può avere dei buchi neri e codice maligno sconosciuto.”
8“ওপেন সোর্স সফটওয়ার প্রচারণা কিউবার মানুষের চিন্তার সব থেকে কাছাকাছি, সব থেকে বেশী স্বাধীনতা আর সাবভৌমত্বের কারনে।Il sistema ha un sito web [sp] da cui gli utenti possono scaricare Nova Baire e discuterne in un apposito forum [sp].
9ব্যক্তিগত সফটওয়ারে ক্ষতিকর কোড আর লুকানো কিছু থাকতে পারে আর যা অন্যে হয়ত জানে না।”Un blogger, TBS di Bloggers Cuba ha già avuto modo di provare Nova Baire e ne scrive una breve recensione:
10এই সফটওয়ারের নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে ব্যবহারকারী নোভা বায়রে ডাউনলোড করতে পারবে আর ফোরামে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে পারবে।Abbiamo già avuto l'opportunità di provarlo su una macchina virtuale e la nostra prima impressione è stata veramente buona.
11ব্লগারস কিউবার টিবিএস এরই মধ্যে সুযোগ পেয়েছেন নোভা বায়রাকে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা আর তার সংক্ষিপ্ত একটা রিভিউ দিয়েছেন:Ha le stesse funzioni della maggior parte delle distribuzioni Linux per i propri utenti: usare Office, gustare musica e video, navigare su internet e usare instant messaging, guardare fotografie, e usare svariate applicazioni per il lavoro e il tempo libero.
12পরিবেশনা অবশ্য ব্যবহারকারীর উপরে নির্ভর করে আর আমার মতে, এটা খুবই ব্যবহার বান্ধব আর অন্তর্জ্ঞানলব্ধ।La distribuzione è focalizzata agli utenti finali e, secondo me, è assai semplice da usare e intuitivo.
13স্থায়ীত্ব আর পরিবেশনার মাপকাঠিতে দেশের ওপেন সোর্স সফটওয়ার এর দিকে যাত্রার পথে এটার ব্যবহার আদর্শ বিশেষ করে সেইসব ব্যবহারকারী দ্বারা যারা মাইক্রোসফট উইন্ডোস এর মতো পদ্ধতি ব্যবহার করে থাকে।Riguardo il livello di stabilità e di prestazioni, sarebbe ideale da usare durante il processo di migrazione della nazione verso il Software Open-Source da parte degli utenti abituati ad altri sistemi come Microsft Windows.
14এটা একটা ইউটিউব ভিডিও রয়েছে যেখানে নোভা বায়রের কাজের একটা স্ক্রিনশট আছে।C'è anche un video su YouTube che mostra delle schermate di Nova Baire in esecuzione.