Sentence alignment for gv-ben-20090325-2071.xml (html) - gv-ita-20090323-1765.xml (html)

#benita
1ইরান: ফিল্টারের মধ্য দিয়ে যখন ইন্টারনেট দেখতে হয়Iran: la Rete vista attraverso i filtri
2ইরানে একটা গুরুত্বপূর্ন অনলাইন গোষ্ঠী আছে এবং প্রায় ৬০,০০০ সচল ব্লগ আর প্রায় ২ কোটি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত।L'Iran ha una vivace comunità online composta all'incirca da 60.000 blog attivi e 20 millioni di utenti online [in].
3যেহেতু ইরানের সাইবার বিশ্ব খুবই প্রাণবন্ত, তার সাথে কি বস্তু ইরানের নাগরিকরা দেখতে পাবে সেই সংক্রান্ত সরকারের ফিল্টারও তাল মিলিয়ে চলে।Il dinamismo del cyberspazio iraniano è direttamente proporzionale alla solerzia del governo nel filtrare i contenuti accessibili ai cittadini iraniani.
4পর্নোগ্রাফী ওয়েবসাইট ছাড়াও ইরানী কতৃপক্ষ অনেক সামাজিক ব্লগ ও ওয়েবসাইটকে তাদের লক্ষ্য করে, আর অনেকে সেইসব মতামত পড়া বা তথ্য পাওয়া থেকে বঞ্চিত হয়।Oltre ai siti pornografici, le autorità iraniane si concentrano su diversi blog e siti web di tipo socio-politico, impedendo a molti di ottenere informazioni ed esprimersi.
5ইরানী সরকারের পরিষ্কারভাবে ব্যাখ্যা করা কোন সীমারেখা নেই, আর এদের ফিল্টার করার নীতি এরা প্রায়শই পরির্বতন করে, ভার্চুয়াল জীবন ইচ্ছা মতো যাপন করতে ‘দেয়' বা ‘কেড়ে নেয়'।Il governo iraniano non segue linee rosse ben definite e cambia spesso le pratiche di filtraggio, “dando” o “prendendo” a piacimento gli spazi virtuali.
6ইরানী ইন্টারনেট ব্যবহারকারীরা উপরের চিত্র দেখতে পায় যদি তারা ফিল্টার করা বিষয়বস্তু দেখতে চায়।Questa è l'immagine che gli utenti iraniani si trovano di fronte quando cercano di accedere a contenuti bloccati
7এই পোস্টে আমরা ফিল্টারের সাথে সম্পৃক্ত বেশ কিছু ব্যাপার আলোচনা করবো আর কিছু সাধারন ভুল বোঝাবুঝির অবসান করার চেষ্টা করব।In questo post parleremo di diversi problemi legati al filtraggio, cercando di fare luce su alcuni elementi poco chiari.
8- বিশাল সংখ্যা:- Cifre astronomiche:
9২০০৬ সালে ইরানী কর্তৃপক্ষ জানিয়েছিল যে প্রায় ১ কোটি ব্লগ আর ওয়েবসাইটকে ফিল্টার করা হয় আর এর মধ্যে ৯০% সাইটেই ‘অনৈতিক' বিষয়বস্তু আছে।Nel 2006 le autorità iraniane hanno dichiarato di aver filtrato [in] 10 milioni di siti web poiché il 90% conteneva materiale “immorale”.
10কয়েক মাস আগে আর একটা রিপোর্টে বলা হয়েছিল যে ৫০ লাখ ওয়েবসাইট আর ব্লগ ব্লক করা হয়।Pochi mesi fa, un altro rapporto sosteneva che erano stati bloccati 5 milioni di siti e blog.
11একজন আইনজীবি গত বছরের শেষে বলেছিল যে অন্তত আমেরিকান ডলার ৫ মিলিয়ন বিনিযোগ করা হচ্ছে নতুন একটা ‘ফিল্টারিং ব্যবস্থায়'।Alla fine dello scorso anno, un ufficiale giudiziario comunicava [in] l'investimento di ulteriori 5 milioni di dollari per un nuovo ‘sistema di filtraggio'.
12এইসব অদ্ভুত সংখ্যার সম্মুখীন হয়ে ব্রুস এটলিং খুব বেশী আশান্বীত ছিলেন না হারভার্ড ল স্কুলের বার্কম্যান সেন্টারের ‘ইন্টারনেট ও গণতন্ত্র প্রসার প্রকল্প' ব্লগে লেখার সময়ে যে ইরানী সরকারের দাবীটি বাড়িয়ে বলা, আর তাদের নিজেদের গবেষণা দেখায় যে ইরানী ব্লগ জগতের ছোট একটা অংশ ব্লক করা হয়।Analizzando queste cifre astronomiche Bruce Etling, sul blog dell'‘Internet and Democracy Project' del Berkman Center della Harvard School of Law, appariva decisamente più ottimista definendo [in] esagerate le affermazioni del governo iraniano, poiché un suo studio [in] mostra come solo una parte della blogosfera iraniana sia effettivamente bloccata.
13- ফিল্টারের জন্যে সব থেকে বেশী গুরুত্বপূর্ণ বিষয়গুলি:- Priorità di filtraggio:
14* ফার্সী সংবাদ ওয়েবসাইট যেমন বিবিসি পার্সিয়ান, আমির কাবির (একটা ছাত্র সংবাদ প্রকাশনা) আর একটি জনপ্রিয় নাগরিক মিডিয়া পোর্টাল বালাটারিন।Il cambio di strategia del governo iraniano nei confronti di Facebook e YouTube mostra ancora una volta la natura volubile della politica di filtraggio.
15* নারী অধিকার কর্মী, ছাত্র আন্দোলন, সরকার বিরোধী, রাজনৈতিক, ফিল্টার বিরোধী আর মানবাধিকার ব্লগ: উইফরচেঞ্জ, একটা নারী অধিকার কর্মীর ব্লগ/ওয়েবসাইট, ২০ বারের বেশী ফিল্টার করা হয়েছে।
16বাস্তবে, কোন ওয়েবসাইট বা ব্লগ ফিল্টার থেকে নিরাপদ না।I motivi non sono stati annunciati, lasciando così spazio alle speculazioni.
17* সামাজিক নেটওয়ার্কিং: ফ্লিকার আর অর্কুট সম্প্রতি ব্লক করা হয়েছে। কিন্তু গত দুই মাসে ইরানীরা ফেসবুক আর ইউটিউব দেখতে পেয়েছে, যদিও এগুলো আগে ব্লক করা ছিল।Alcuni pensano che il governo sia diventato ‘più permissivo e aperto' a causa delle elezioni presidenziali previste per l'estate.
18ইরানীরা মাইস্পেস আর টুইটারেও যেতে পারে। ইরানী সরকারের ফেসবুক আর ইউটিউবের ব্যাপারে নীতির পরিবর্তন তাদের ফিল্টার নীতির পরিবর্তনের ধরন দেখায়।Altri sono più pessimisti e credono che le forze di sicurezza vogliano monitorare la gente sui social network per capire ‘chi sia chi' all'interno del cyberspazio.
19নীতি পরির্বতনের এই কারন ঘোষণা করা হয়নি আর মানুষ শুধুই অনুমান করছে।- Qual è la situazione dei siti d'informazione in inglese?:
20কেউ কেউ ভাবছে যে সরকার ‘বেশী নরম আর উন্মুক্ত' হয়েছে যেহেতু গ্রীষ্মে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
21অন্যরা বেশী হতাশাবাদী আর মনে করেন যে নিরাপত্তা বাহিনী সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে দেখে বুঝতে চাচ্ছে ইন্টারনেটে ‘বেনামের কে আসলে কে'।
22- ইংরেজী সংবাদ সাইটের ব্যাপারে কি? ইরানীরা বেশীরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন নিউ ইয়র্ক টাইমস বা ইজরায়েলী সংবাদ ওয়েবসাইট দেখতে পারে।Gli iraniani hanno accesso a gran parte dei media internazionali d'informazione come il New York Times o i maggiori siti web israeliani.
23অবাক অনেকে হতে পারে যে বুশ বিরোধী বা ইরাক যুদ্ধ বিরোধী প্রকাশনা যেমন হাফিংটন পোস্ট বা ইনফর্মড কমেন্ট যেখানে ইরানের সাথে আমেরিকার সরকারের যোগাযোগের অনেক দাবীকে ফিল্টার করা হয়েছে জনগনের কাছ থেকে দীর্ঘ সময় ধরে।Potrebbe sorprendere sapere che le pubblicazioni contro la dottrina Bush e la guerra in Iraq come Huffington Post [in] o Informed Comment [in], dove molti sollecitano il governo americano a dialogare con l'Iran, siano state bloccate per parecchio tempo.
24- ইসলামিক ওয়েবসাইটকেও কি ফিল্টার করা হয়?- Anche i siti islamisti sono filtrati?
25উত্তর হলো হ্যাঁ।La risposta è si.
26ফাতেমা রাজাবি হচ্ছেন ইরানী সরকারের এক মুখপাত্রের স্ত্রী আর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শক্তিশালী সমর্থক।Fatemeh Rajabi è la moglie del portavoce del governo iraniano e convinta sostenitrice del Presidente Mahmoud Ahmadinejad.
27তার পরেও তার সাইট/ব্লগ ফিল্টার করা হয়।Tuttavia il suo sito/blog è stato filtrato [fa].
28তিনি বেশ কিছু উচ্চ পদের ইরানী রাজনীতিবিদকে অপমান করতেন।La donna era solita criticare aspramente diversi politici iraniani di altro rango.
29যে সকল ওয়েবসাইট ভূতপূর্ব প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির পক্ষে যেমন ইয়ারি নিউজ, তাদেরকেও ফিল্টার করা হয়।Anche i siti che sostengono l'ex-presidente, Mohammad Khatami, come Yari News [in] vengono filtrati.
30-কে ফিল্টারিং করে?- Chi gestisce il filtraggio?
31একটা সরকারী ফিল্টারিং কমিটি গঠিত হয় সংস্কৃতি আর ইসলামিক গাইডেন্স মন্ত্রানলয়, গোয়েন্দা মন্ত্রানলয়, জাতীয় টিভি আর রেডিও এর সদস্যদের নিয়ে।Il comitato ufficiale che si occupa di questa attività è composto da membri del Ministero della Cultura e della Guida islamica, del Ministero dell'Intelligence, di radio e tv di stato.
32তাদের আদেশ পালন করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।I suoi ordini vengono eseguiti dal Ministero iraniano delle Telecomunicazioni.
33শোনা যায় যে পুলিশ বাহিনী চাচ্ছে একজন সদস্য এই কমিটিতে পাঠাতে।Secondo alcune voci, anche le forze di polizia vorrebbero avere un proprio rappresentante.
34-স্বীকারোক্তি আর গল্প:- Storie e testimonianze:
35* প্রত্যক্ষদর্শীর স্বীকারোক্তি, জামহাউর নামে ইরানী ব্লগারের সাথে সাক্ষাতকার।
36* ইরানী ব্লগারদের বাধা বিষয়ে কয়েকটা গ্লোবাল ভয়েসেস এর রাউন্ড আপ, সম্মিলিত ফিল্টারিং থেকে একজন ফিল্টারকৃত ব্লগারের অনুভূতি।
37* আমি জানি অনেক ব্লগার ফ্রিকিবোর্ড এর সাথে একমত হবেন যে ফিল্টারিং আসলেই বোকার কাজ।
38তিনি দাবী করেন যে দুই মাস আগে তার ব্লগ ফিল্টার করা হয়, কিন্তু এখন তিনি আগের থেকে অনেক বেশী পাঠক পাচ্ছেন।