# | ben | ita |
---|
1 | অস্ট্রেলিয়া: সমুদ্রে তেল পড়া ওবামার জন্য সতর্কবাণী | Australia: nave cinese perde petrolio nella grande barriera corallina: anche Obama deve darsi da fare |
2 | একটি চীনা কয়লার জাহাজ অস্ট্রেলিয়ার প্রতীক গ্রেট ব্যারিয়ার রিফে তেল ফেলেছে: | Sabato scorso una nave-cargo cinese che trasportava carbone ha iniziato a perdere petrolio a ridosso del Reef australiano, la Grande barriera corallina: |
3 | কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনা ব্লিগ বলেছেন যে তিনি চান সরকার যেন সেইসব চীনা কয়লা জাহাজের মালিকদের কঠিন শাস্তি দেয় যারা গ্রেট ব্যারিয়ার রিফের পরিষ্কার পানিতে তেল ফেলছে। | Il Premier del Queensland Anna Bligh fa sapere di aspettarsi dalle autorità che la responsabilità sia fatta ricadere interamente sull'armatore del cargo cinese che perde petrolio nelle acque incontaminate dell'area. |
4 | রিফে তেল ফেলার ঘটনায় ব্লাই এর ক্ষোভ | fonte: La Bligh furibonda per l'increscioso incidente [in]. |
5 | “এটা কোন ধ্বংসযজ্ঞপূর্ণ চলচিত্রের কাহিনী বলে মনে হয়!” (অস্ট্রেলিয়ার শহর ওয়োলেঙ্গোং থেকে) ভিউস ফ্রম তোরাজি ব্লগের জেফ সাইডবটম এর ভাবনা দেশব্যাপী সবার ভাবনার সাথে মিলে যায়: | “Sembra la trama di un film catastrofico!”, ha rilanciato Geoff Sidebottom di Views from Towradgi (Commenti dalla città australiana di Wollongong su avvenimenti locali e dal mondo). |
6 | …এতে কুইন্সল্যান্ডের তীরভূমি আর কাছাকাছি গ্রেট কেপ্পেল দ্বীপের তট ভূমি ক্ষতিগ্রস্ত হবে- আর আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। | Sono in tanti a pensarla come lui nel Paese: … le spiagge del Queensland e della vicina isola di Great Keppel subiranno dei danni, e ciò metterà a repentaglio la nostra fiorente industria turistica. |
7 | এই জাহাজ তার চলাচলের পথের ১৫ মাইল দূরে ছিল। | La nave procedeva fuori rotta di quindici miglia, oltre il corridoio di navigazione consentito. |
8 | অযোগ্যতা বা স্থানীয় জ্ঞানের অভাবকে দুর করা যেত যদি এলাক সম্পর্কে অভিজ্ঞ একজন চালক ওই সময়ে ওখানে থাকতেন। | Imperizia o scarsa conoscenza dell'area? Non importa, l'incidente si sarebbe potuto evitare con qualcuno esperto al comando. |
9 | অবশ্যই একটা প্রযোজনীয়তা যেটা সকল ব্যারিয়ার রিফে চলাচলকারী প্রতিটি জাহাজের ক্ষেত্রে আরোপ করা দরকার! | Di sicuro questa è una condizione che va imposta subito a tutte le navi che transitano nell'area! |
10 | ব্যারিয়ার রিফে তেল পড়েছে! | fonte: Fuoriuscita di petrolio sulla barriera corallina! |
11 | দলীয় ব্লগ লারভাতোস প্রোদিওতে ব্রায়ান আমাদেরকে মনে করিয়েছেন: | [in]. Brian, del blog collettivo Larvatus Prodeo, ci ha ricordato che: |
12 | এক বছরের কিছু সময় আগে দক্ষিন পূর্ব কুইন্সল্যান্ডের তীরে বড় ধরনের তেল পড়ার ঘটনা হয়েছিল যখন প্যাসিফিক এডভেঞ্চারার মাটিতে লেগেছিল যার ফলে ২৭০ টন তেল সানশাইন তীর আর মোরেটন দ্বীপে পড়েছিল। | Un'altra grossa fuoriuscita si è verificata al largo della costa orientale del Queensland poco più di un anno fa, quando si arenò il Pacific Adventurer, che riversò su tutta la Sunshine Coast e sull'isola di Moreton ben 270 tonnellate di petrolio. |
13 | এখন চীনা একটা জাহাজ, শেন নেং ১, পুরো দমে একটা রিফে ধাক্কা মেরেছে রকহ্যাম্পটনের প্রায় ১২০ কিমি পূর্বে গ্রেট ব্যারিয়ার রিফের দক্ষিণ কোনে। | E adesso il cargo cinese Shen Neng 1, è andato a incagliarsi a tutta forza a 120 km a est di Rockhampton, nel lembo meridionale della Grande Barriera Corallina. fonte: Petrolio sulla Grande Barriera Corallina [in]. |
14 | গ্রেট ব্যারিয়ার রিফে তেল পড়েছে। | La candidata al senato australiano Larissa Waters espone con chiarezza cosa chiedono I Verdi: |
15 | অস্ট্রেলিয়ার সিনেট প্রার্থী লারিসা ওয়াটার্স খুব পরিষ্কার দ্যা গ্রিন্স দল কি চায় সে ব্যপারে: মেরিন পাইলট বাধ্যতামূলক হওয়া দরকার সমগ্র অভ্যন্তরীণ গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় জাহাজ চালানোর জন্য,আর ইন্ডাস্ট্রির উচিত এই ময়লা পরিষ্কারের পুরো ব্যায় বহন করা - এই কথা গ্রীনরা আজকে বলেছে যখন গ্রেট কেপ্পেল দ্বীপের কাছে অজ্ঞাত পরিমানে তেল পড়েছে। | “Alle compagnie di navigazione che transitano in tutta l'area della Grande Barriera Corallina interna va imposta la presenza a bordo di personale di condotta della Marina, e tutte le spese per le azioni disinquinanti dovranno essere sostenute dalle imprese del settore”, hanno fatto sapere oggi i Verdi, mentre ancora non si sa quanto carburante stia perdendo il cargo di carbone che si trova al largo del'isola di Great Keppel. |
16 | গ্রেট ব্যারিয়ার রিফ কয়লার হাইওয়ে না, এটা মাল্টিবিলিয়ন ডলারের পর্যটনের প্রতিক আর প্রাণীবৈচিত্রের নিদর্শন যার নিরাপত্তা দেখা সরকারের উচিত সব থেকে বেশী। | La Grande Barriera Corallina non è una via di comunicazione per il carbone, bensì l'immagine stessa di un'industria turistica multimiliardaria e di un paradiso della biodiversità che il governo dovrebbe impegnarsi al massimo a proteggere. |
17 | আমাদের রিফকে নিরাপদ রাখবে এমন পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে বিনিয়োগ না করে এর পরিবর্তে সরকার চেষ্টা করছে ফসিল ফুয়েল রপ্তানী বৃদ্ধির। | Il governo invece, piuttosto che investire in energia pulita rinnovabile che crea posti di lavoro e tiene al sicuro la nostra barriera, si fa in quattro per aumentare l'esportazione di combustibili fossili. |
18 | রিফ কয়লার হাইওয়ে না- গ্রীন বলেছেন তেল পড়া রোধ করতে কাজ করতে হবে। | fonte: Il Reef non è la via del carbone - I Verdi esortano alla prevenzione contro i versamenti di petrolio [in]. |
19 | প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল ব্যাপী এই গোলমাল ছড়িয়েছে। | Anche al di là del Pacifico si è scatenato il putiferio. |
20 | আমেরিকাতে উদারপন্থী ইরেগুলার টাইমস (মুদ্রণ অযোগ্য সংবাদ) স্থানীয় উন্নয়নের সাথে অবশ্যম্ভাবী যোগ খুঁজেছে: | Il liberale Irregular Times (News unfit for publishing, Notizie impubblicabili) ha tracciato un prevedibile parallelo con gli sviluppi statunitensi. |
21 | বারাক ওবামা সারাহ পলিনের ফালতু ড্রিল বেবি ড্রিল এজেন্ডা সমর্থন করছেন বাড়ানো অফশোর ড্রিলিং এর ব্যাপারে। | Barak Obama abbraccia l'insensato programma Drill Baby Drill [in] caro alla Palin, prevedendo di aumentare le trivellazioni petrolifere in mare. |
22 | তিনি বলেছেন যে আমাদের চিন্তা করা উচিত না, কারণ শীঘ্র হয়ত বড় কোন দূর্ঘটনা ঘটবে না… | E dice di non preoccuparsi, che tanto a breve non dovrebbe accadere niente di grave … |
23 | …আজকের মতো বড় দূর্ঘটনা যেখানে একটা কয়লাবাহী বড় জাহাজ গ্রেট ব্যারিয়ার রিফে ধাক্কা মারল। | …un grosso incidente come quello di oggi in cui una nave carica di carbone è andata a cozzare contro la Grande Barriera corallina. |
24 | কিছু জ্বালানী তেল পড়েছে, কিন্তু জাহাজে যদি তেল থাকতো, দুর্ঘটনার ফল আরো খারাপ হতো। | E' fuoriuscito del combustibile, ma se ad essere trasportato fosse stato del greggio, ben peggiori sarebbero stati gli effetti dell'accaduto. |
25 | গ্রেট ব্যারিয়ার রিফে তেল পড়েছে | fonte: Fuoriuscita di petrolio nella Grande Barriera corallina [in]. |
26 | আমরা কেবল ইশ্বরকে ধন্যবাদ জানাতে পারি যে এইবার তেলের বদলে কয়লার জাহাজ ছিল। | È andata bene che stavolta si sia trattato di un cargo di carbone e non di una nave cisterna che trasportava petrolio. La situazione rimane tuttora critica [in]. |