# | ben | ita |
---|
1 | মিশর: নাগা হাম্মাদিতে সংঘটিত গণহত্যা | Egitto: blogger riflettono sul massacro di Cristiani Copti a Naga Hammady |
2 | ধর্মকে শ্রদ্ধা করুন, ছবি সরাহ কারের সৌজন্যে। | Cartellone pubblicitario: Rispetta le Religioni (foto di Sarah Carr) |
3 | মিশরের কপ্ট খ্রীষ্টানরা জানুয়ারি মাসের ৭ তারিখে যীশুর জন্ম বা বড়দিন উদযাপন করে। | I Cristiani Copti celebrano il Natale il 7 gennaio. |
4 | উৎসবের সময় মিশরের কপ্ট খ্রীষ্টানরা তাদের নিজস্ব গীর্জায় যায় এবং এই পবিত্র দিনটি উদযাপন করে। | Alla vigilia della celebrazione, in Egitto i Copti vanno in chiesa a celebrare il sacro evento. |
5 | কিন্তু এ বছর আপার ইজিপ্ট নামে পরিচিত নাগা হাম্মাদি শহরে এক অনভিপ্রেত দুর্ঘটনা ঘটেছে। এই শহরের এক নাম না জানা অপরাধী বাছবিচারহীন ভাবে একদল কপ্ট ধর্মালম্বীদের উপর গুলি চালায়। | Ma quest'anno c'è stato un episodio inatteso a Naga Hammady, nell'Alto Egitto, dove uno sconosciuto criminale ha aperto il fuoco a caso sulle persone che, dopo aver concluso le preghiere, stavano tornando a casa. |
6 | এই সমস্ত কপ্ট খ্রীষ্টান কেবল তাদের প্রার্থনা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছিল। | Zeinobia ha scritto un post sul massacro sul proprio blog [in] dicendo: |
7 | জেইনোবিয়া তার ব্লগে এই গণহত্যা সম্বন্ধে এক নতুন পোস্ট লিখেছেন। | Sono davvero triste e arrabbiata per quanto accaduto ieri a Naj Hammadi. |
8 | এই্ ভদ্রমহিলা বলছেন: গতকাল নাজ হাম্মাদিতে যা ঘটেছে সে ঘটনায় আমি সত্যি খুব দু:খিত এবং রাগান্বিত। | La cosa mi ferisce più dei cristiani egiziani perché quanto accaduto va contro tutti gli Egiziani. |
9 | এটা আমাকে মিশরীয় খ্রিষ্টানদের চেয়ে আহত করেছে, কারণ যা ঘটেছে তা সকল মিশরীয়র বিরুদ্ধে যায়। | … Faccio le condoglianze alle famiglie di quanti sono stati uccisi e feriti in quest'orribile attacco. |
10 | … এই ঘৃণিত হামলায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। | |
11 | অন্য আরেক ব্লগ কপ্টিক ফাইল, এই দুর্ঘটনা সম্বন্ধে লিখেছে। | Un altro blog, Coptic File [ar], scrive quanto segue sull'episodio: |
12 | এক গাড়ির (সবুজ রঙের এক ফিয়াট গাড়ি ছিল ওটা) ভেতর থেকে ক্রমাগত গুলি ছোড়া যায় এমন বন্দুক দিয়ে গুলি করা হয়। | Qualcuno ha sparato con una pistola dall'interno di un'auto (una Fiat verde), per uccidere a caso otto persone e ferirne molte altre. |
13 | একটানা ছোড়া গুলিতে আটজন ব্যক্তি নিহত হয় এবং অনেকে আহত হয়। | Erano tutti tra i presenti alle preghiere in chiesa alla vigilia di Natale. |
14 | এই সকল ব্যক্তির সকলেই বড়দিনের সন্ধ্যায় প্রার্থনার জন্য গীর্জায় হাজির হয়েছিল। | Su Misr Digital, Wael Abbas ha pubblicato un video della sparatoria di Naga Hammady [ar]. |
15 | মিসর ডিজিটাল-এ ওয়েল আব্বাসও তার ব্লগে নাগা হাম্মাদি-এলাকায় ঘটা গোলাগুলির ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। | |
16 | মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ঘটনা পুরোনো এক ঘটনার সাথে সম্পর্ক যুক্ত হতে পারে। পুরোনো সেই ঘটনায় একই শহরে ১২ বছরের এক মুসলিম মেয়েকে এক খ্রীষ্টান ব্যক্তি ধর্ষণ করে। | Il Ministro dell'Interno riferisce che l'attacco è legato a un precedente episodio in cui una dodicenne musulmana è stata violentata da un cristiano nella stessa città. |
17 | তবে জেইনোবিয়া এই গোলাগুলির ঘটনার অজুহাত হিসেবে সেই ঘটনাকে মেনে নিতে রাজি নন। | Ma Zeinobia non comprende come tale episodio possa essere accettato come una scusa per la sparatoria. |
18 | পুরো ঘটনার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অভিযোগ করেছেন: | Inoltre biasima il Ministro dell'Interno per l'intera faccenda: |
19 | এবং আমি আমার সকল শ্রদ্ধার সাথে বলছি এটা বিপজ্জনক, অনেক অপরাধ দিয়ে এক অপরাধের বিরুদ্ধে লড়া। | Con tutto il rispetto, ciò è ridicolo, combattere un reato con altri reati. |
20 | এই সকল কিছুর জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্ত করছি। যদি আইনের প্রতি সবার সত্যিকারে শ্রদ্ধা এবং ভয় থাকত, তা হলে কোন কিছুই ঘটত না। | Do la colpa al ministro dell'interno per tutto ciò, se esistesse vero rispetto e timore della legge nulla di tutto ciò potrebbe accadere. |
21 | নাওয়ারাও একই আবেগের প্রতিধ্বনি করেছে। | Anche Nawara [ar] condivide simili sentimenti. |
22 | এই ঘটনার উপর প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির ব্যাপারে তিনি বলছেন: | |
23 | আমি আমার সারা জীবনে এমন অদ্ভুত সংবাদ বিজ্ঞপ্তি পড়িনি। | Riferendosi al comunicato stampa del Ministro dell'Interno sulla sparatoria, dice: |
24 | আমি এমন সংবাদ বিজ্ঞপ্তি কখনো পড়িনি, যেখানে ঘটনার শিকার ব্যক্তিদের ঘটনার জন্য দায়ী করা হয়েছে এবং তাদের গণহারে শাস্তি প্রদানে উৎসাহ প্রদান করা হচ্ছে। | Il comunicato più strano che abbia letto in vita mia, non ho mai visto un comunicato stampa che biasimi le vittime e incoraggi punizioni di massa. |
25 | একই সাথে নাওয়ারা মিশরীয় প্রচার মাধ্যমকেও অভিযুক্ত করছে: | Nawara critica anche i media egiziani: |
26 | নিষ্ক্রিয় মিশরীয় প্রচার মাধ্যম এই ঘটনাটিকে উপেক্ষা করে। বিষয়টি যেন এমন, গতকাল যাদের খুন করা হয়েছে তারা আসলে একদল ভেড়া। | I passivi media egiziani stanno ignorando l'episodio, come se le vittime di ieri fossero delle pecore. |
27 | ক্যাট অফ দি ডেজার্ট এ সবের জন্য সমাজ ও উগ্রবাদীদের অভিযুক্ত করেছে। | Cat of the Desert [ar] critica la società e gli estremisti per tutto ciò. |
28 | সাতজন খ্রীষ্টান নিহত হয়েছে, যারা ছিল শিশু। একই ঘটনায় অনেকেই আহত হয়েছে। | Cosa vi aspettate dopo tutta quest' ignoranza e arretratezza? |
29 | তারা তাদের বড়দিনের উৎসব চুরি করেছে এবং তাদের সুখ ছিনিয়ে নিয়েছে এবং তারা সকলেই ‘মারটেয়ার অফ দি সি শ‘ নামক ঘটনার জন্য শোক করছে এবং তাকে বোরখাধারী শহীদ উপাধি দিয়েছে। | |
30 | এই উপেক্ষা এবং দেরি করিয়ে দেবার পর আর কিসের জন্য অপেক্ষা করছেন আপনারা? | Come crediamo ci vedano gli altri dopo tutto ciò? |
31 | এই ঘটনার পর আমাদের প্রতি অন্যদের ভাবনা কি হতে পারে বলে আপনারা আশা করেন? | Maledizione a quelli che istigano a considerare gli altri infedeli, e soprattutto Al Quaradawy, El Huwainy, e Hassaaan. |
32 | তারা গোল্লায় যাক, যারা অন্যের আক্রমণাত্বক ভাবনাকে বিবেচনা করে এবং আল কারাদাউই, এল হুওয়াইনি এবং হাসসানকে সবার উপরে বিবেচনা করে। এরপর তিনি এক ভিডিও পোস্ট করেন। | Il blog pubblica anche un video [ar] di Abu Is-haq El Huwainy che mette in guardia la gente dai cristiani e dalle trame del male che starebbero preparando contro l'Egitto! |
33 | এই ভিডিওতে আবু ইজ-হাক এল হুওয়াইনি লোকদের খ্রিষ্টান ব্যক্তি এবং তারা যে মিশরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে সর্ম্পকে সতর্ক করে দিচ্ছেন! | Il blogger egiziano, Te3ma [ar] , d'altra parte, ritiene che dietro tali episodi ci siano delle entità straniere: |
34 | অন্যদিকে মিশরীয় ব্লগার টে৩মা বিশ্বাস করেন যে এ ধরনের ঘটনার পিছনে কিছু বিদেশীর হাত রয়েছে: | Sono sicuro che quanti hanno organizzato questo massacro vengano da fuori, e non siano di qui. |