# | ben | ita |
---|
1 | চীনের চলচ্চিত্রে প্রদর্শীত জাপানি আক্রমণ, যার কোন শেষ নেই | Cina: per l'industria cinematografica l'invasione giapponese non è mai terminata |
2 | দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের উপর জাপানের আক্রমণ নিয়ে চীনের বিনোদন শিল্পে একের পর এক চলচ্চিত্র নির্মাণের বিষয়টি তখন আবার আলোচনায় উঠে আসে, যখন চলচ্চিত্রে এক্সটা হিসেবে অভিনয় করা এক অভিনেতা শী ঝংপেং গত সপ্তাহে সংবাদের শিরোনামে উঠে আসে, যার বিবরণ অনুসারে সে গত বছরে দুইশো-র বেশী চলচিত্রে জাপানি সৈনিকের ভুমিকায় অভিনয় করেছে [চীনা ভাষায়] এবং এমনকি একই দিনে ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে সে আটবার মৃত্যুবরণ করেন। | L'inarrestabile produzione di fiction relative all'invasione condotta dal Giappone nei territori cinesi [it] è recentemente finita sotto i riflettori, dopo che la scorsa settimana l'attore TV cinese Shi Zhongpeng ha suscitato clamore per aver sottolineato di aver recitato la parte del soldato giapponese [zh come i link successivi, eccetto ove diversamente indicato] oltre 200 volte l'anno scorso, e di essere riuscito a “morire” ben otto volte nello stesso giorno durante le riprese di diversi sceneggiati. |
3 | সাম্প্রতিক সময়ে যখন পূর্ব চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে চীন ও জাপান লড়াই করছে,তখন ১৯৩১ সালে মাঞ্চুরিয়ায় জাপানের আক্রমণ, চীনা চলচ্চিত্র নির্মাতাদের জন্যে একটি নিরাপদ ও জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। যদিও চীনে তাদের অত্যন্ত কঠোর সেন্সরশিপের মুখোমুখি হতে হয়। | Da quando Cina e Giappone sono ai ferri corti a causa della disputa territoriale per le isole contese nel Mar Cinese meridionale, l'invasione giapponese della Manciuria nel 1931 è diventata una scelta sicura e di successo per i registi che spesso incappano nella maglie della censura. |
4 | উদাহরণ হিসেবে বলা যায়, চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশে অবস্থিত হেংডিয়ান ফিল্ম স্টুডিওতে ২০১২ সালে ৪৮টি চলচ্চিত্র নির্মিত হয়েছে যেগুলোর বিষয় বস্তু ছিল চীনে জাপানের আক্রমণ। | Per esempio, negli studi televisivi della Hengdian film, nella provincia occidentale dello Zhejiang, circa 48 produzioni relative all'Invasione giapponese della Cina sono state girate nel 2012. |
5 | চেংডু বিজনেস নিউজ৯-কে [চীনা ভাষায়] গ্রিনটাউন মিডিয়ার জেনারেল ম্যানেজার, ঝঊ উইচেং বলেন “প্রাইম টাইমে ঐতিহাসিক সিনেমা ও গুপ্তচরবৃত্তির কাহিনী দেখানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। | “C'è un limite alle fiction storiche e di spionaggio che possono andare in onda durante la prima fascia” ha detto Zhou Weicheng, general menager della Greentown Media alla Chengdu Business News. |
6 | জাপানি হামলার উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করা ছাড়া আমরা আর কি বা তৈরী করতে পারি? | ”Cosa possiamo girare al di là dell'invasione giapponese”? |
7 | বলা যেতে পারে এসব কারণেই,দর্শকদের শিক্ষিত করার লক্ষে চীনের টিভি চ্যানেলগুলো জাপান বিরোধী চলচ্চিত্রে প্লাবিত হয়ে গেছে। | Per queste ragioni, i canali della TV cinese sono inondati da film anti-giapponesi che hanno lo scopo di educare, eufemisticamente parlando, il pubblico cinese. |
8 | চীনা গণমাধ্যম ও জনগণ, কর্তৃপক্ষের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে এবং চলচ্চিত্র সেন্সরশিপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। | I media cinesi e i netizen hanno sollevato la questione di fronte le autorità ed hanno espresso la propria preoccupazione sulla censura dei film. |
9 | ধারাভাষ্যকার ইউ ডেকিং আরো ব্যাখ্যা করেন [চীনা ভাষায়] যে, “চীনের চলচ্চিত্র শিল্পে মূলত দুটো দিক রয়েছে। একদিকে কিছু স্পর্শকাতর বিষয় কঠোরভাবে নিষিদ্ধ; আবার অন্যদিকে, কিছু সাধারণ বিষয় সরকারী অনুদান পায়, যেমন জাপানের আক্রমণ বিষয়ক চলচ্চিত্রগুলো। | Il commentatore Yu Deqing spiega : “L'industria cinematografica cinese presenta due aspetti: da un lato, alcuni argomenti sensibili sono fortemente censurati; dall'altro lato alcuni argomenti di tendenza ricevono finanziamenti governativi, come è successo per i film sull'invasione giapponese. |
10 | অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত চলচ্চিত্রের জন্যে উন্নত প্রযুক্তির প্রয়োজন সেগুলোর জন্য সেন্সরের ছাড়পত্র বা সরকারী অনুদান পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। | Film con idee innovative che richiedono tecnologie sofisticate difficilmente riescono a superare la censura o ricevere fondi governativi.” |
11 | ভিডিও হোস্টিং ওয়েবসাইট ইউকুর একটি স্ক্রিনশট যেটি টিভিতে এক্সট্রা শী ঝংপেং-কে নিয়ে। গত বছর সে ২০০ টির মত ছবিতে জাপানি সৈনিকের ভুমিকায় অভিনয় করেছে। | Una schermata dal video su Youku che ritrae la star TV Shi Zhongpeng, che ha interpetato il ruolo del soldato giapponese oltre 200 volte nel 2012. |
12 | শিক্ষা নাকি মগজ ধোলাই? | Educazione o lavaggio del cervello? |
13 | চীনের মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট ওয়েবো ওয়াংগির একজন ব্যবহারকারী এই বিষয়ে এত বেশী বেশী চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন [চীনা ভাষায়]: | Un utente del sito di micro-blogging Weibo solleva dubbi sulla necessità di produrre così tante fiction. |
14 | যদিও জাপানের আক্রমণ চীনের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে, তবে এই বিষয়ে এত বেশী বেশী চলচ্চিত্র নির্মাণ এবং এই ধরনের কাহিনী প্রদর্শন করে বিভিন্নভাবে জাপানকে অশুভ প্রমাণ করার সত্যিই কি কোন প্রয়োজন আছে? | Sebben l'invasione giapponese della Cina deve essere ricordata, è davvero necessario girare e trasmetere così tanti film, e cercare così di trovare nuovi modi per demonizzare il Giappone? |
15 | এটা শুধু জাপানী ফ্যাসিবাদীদের প্রতি নয়, সমগ্র রাষ্ট্রটিকে ঘৃণা করতে সবাইকে উদ্বুদ্ধ করবে । | Questo farà solo crescere il nostro odio per i fascisti giapponesi trasformandolo nell'odio verso la nazione intera. |
16 | লেইয়াং৫১৬৭৮৯৯৯১, ওয়েবোতে ওয়াংগিতে চলচ্চিত্রের বিষয়বস্তুর সত্যতা নিয়ে, প্রশ্ন করেছে [চীনা ভাষায়]: | L'utente leiyang516789991 mette in dubbio l'autenticità del film: |
17 | অন্যান্য দেশের যুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে নিষ্ঠুরতা এবং অমানবিকতার প্রতিফলন ঘটে, যা দর্শকদের যুদ্ধ নিয়ে ভাবতে বাধ্য করে। | Negli altri paesi, i film di guerra sono un riflessione sulla brutalità e disumanizzazione della guerra, che porta il pubblico a riflettere. |
18 | সেখানে আমাদের চলচ্চিত্রে হত্যার যৌক্তিকতা এবং বীর যোদ্ধাদের মহিমা প্রদর্শন করা হয়, যা কিনা দর্শকদের আসল ইতিহাসের প্রতি সন্দিহান করে তোলে। | I nostri film riflettono sulla legittimità dell'uccidere e sulla grandezza dei leader, che porta il pubblica ad essere confuso in merito alle vere vicende storiche. |
19 | কিন্তু আমরা কি করতে পারি? | Tuttavia che cosa possiamo fare ? |
20 | ইতিহাস নামক এই ছোট্ট মেয়েটিকে তারা নিজের ইচ্ছে মত পোষাক পরায়, যে সত্য বলার সাহস দেখাবে তাকেই সরিয়ে দেয়া হবে বা হত্যা করা হবে। | A loro piace mettere degli abiti eleganti a questa ragazzina che noi chiamiamo storia in tutti le maniere che preferiscono, e chiunque prova a dire la verità viene preso e giustiziato! |
21 | ওয়াংগেই১৯৭৬, ওয়াংগি ওয়েইবোতে এই একই আবেগের প্রতিধ্বনি করেছে [চীনা ভাষায়]: | Anche l'utente wangwei1976 dice la sua: |
22 | সত্য বিবর্জিত এই ধরনের জাপানি আক্রমণ প্রদর্শন, আমার কাছে একটি খেলার মত মনে হয়, যা অত্যন্ত বিভ্রান্তিকর হতে পারে। | Il ritratto mistificatorio dell'invasione giapponese mi fa sentire come se questo sia solo un gioco, spesso fuorviante. |
23 | এটি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। | Questo è un tradimento della storia. |
24 | সঠিক ইতিহাস জানলে আমরা আরো পরিষ্কারভাবে ভবিষ্যতের মুখোমুখি হতে পারব। | Comprendere che la vera storia ci permette di affrontare il futuro con le idee chiare. |
25 | জাপানের নিজস্ব জাপান বনাম যুক্তরাষ্ট্রের লড়াই বিষয়ক চলচ্চিত্র, জার্মানীর অভ্যন্তরে নির্মিত জার্মান-সোভিয়েত যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রগুলো, যুদ্ধ এবং মনুষ্যত্ব বিষয়ে গভীরভাবে মানুষের চেতনাকে উদ্বুদ্ধ করেছে। | I film giapponesi sulla guerra tra il Giappone e gli Stati Uniti, i film tedeschi sulla guerra tra la Germania e l'Unione Sovietica e i film sulla Seconda Guerra Mondiale hanno ispirato nelle persone una profonda riflessione sulla guerra e l'umanità. |
26 | এটি হল একটি দেশের আত্মবিশ্বাসের উৎস। | Questa è la fonte dell'orgoglio della nazione. |
27 | চলচ্চিত্র সেন্সরশিপের ফলাফল: | Le conseguenze della censura sui film |
28 | অর্থনীতিবীদ 李子暘, চীনা চলচ্চিত্র সেন্সরশিপের সাধারণ অবস্থাটা ব্যাখ্যা করে ওয়েবোতে [চীনা ভাষায়] মন্তব্য করেছে: | L'economista 李子暘 commenta su Weibo la situazione generale della censura mediatica: |
29 | চীনা চলচ্চিত্রে সেন্সরশিপের ফলাফল হচ্ছে জাপানি আক্রমণ নিয়ে এত বেশী বেশী চলচ্চিত্র নির্মাণ। | La sovrabbondanza di film relativi all'invasione giapponese è una conseguenza della censura. |
30 | চলচ্চিত্রে বিনিয়োগ কোন ছেলেখেলা নয়। | Investire nei film non uno scherzo. |
31 | যদি চলচ্চিত্র সেন্সরের ছাড়পত্র না পায়, তাহলে লক্ষ, লক্ষ, এমনকি কোটি টাকাও জলে যাবে। | Se l'argomento non incontra il parere positivo della censura, milioni e persino miliardi in investimenti possono andare in fumo. |
32 | কেউ এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে যেতে রাজি নয়, তাই চলচ্চিত্র নির্মাতাদের কাছে অন্য কোন পথ খোলা থাকে না। | Nessuno può permettersi un rischio del genere. Dunque le persone non hanno scelta se non quella di seguire questa strada. |
33 | একটি বিষয় পছন্দের ক্ষেত্রে রাজনৈতিক নিরাপত্তাটা বিশেষ গুরুত্বপূর্ণ । | La sicurezza politica è una priorità quando si sceglie il tema centrale. |
34 | যেহেতু সরকার জাপান বিরোধী চলচ্চিত্রগুলোকে সাধুবাদ দিচ্ছে, তাহলে কেন তা নির্মিত হবেনা। | Da quando il governo ha dato il proprio benestare su le tematiche anti-igiapponesi nelle fiction, i produttori non hanno motivo per non sceglierle. |
35 | চীনে কারো পক্ষে চলচ্চিত্রে নতুনত্ব আনা সবচেয়ে ভয়ংকর ও মাথা খারাপ করা কাজ। | In Cina, le novità per quello che riguarda la produzioni di film è la cosa che più spaventa le persone. |
36 | তাই কেউ যদি, যা চলছে তাই অনুসরণ করে তাহলে তাকে দোষ দেয়া যায় না। | Nessuno può essere biasimato per seguire il trend. |
37 | চেংডু বিজনেস নিউজে ধারাভাষ্যকার 于德清 সেন্সরশিপের প্রতি তার শঙ্কা প্রকাশ করেছে[চীনা ভাষায়]: | Infine, 于德清 esprime preoccupazione per la censura su Chengdu Business News: |
38 | সমস্যাটা হল অত্যন্ত বেশী প্রশাসনিক বিধিনিষেধ, নতুনত্ব তৈরী ও শিল্প উন্নয়নে বাঁধা দেয়। এ জন্যেই নিম্নমানের ও নকল সর্বস্ব জাপান বিরোধী চলচ্চিত্র তৈরী হয়। | Il problema è l'eccessivo controllo amministrativo sopprimerà innovazione e avanzamento industriale, perciò si hanno bassi livelli di produzione e le imitazioni nel realizzare le serie anti-giapponesi. |
39 | আর তার সরাসরি ফলাফলটা এই যে, মানুষের টেলিভিশনের প্রতি আগ্রহ কমে যায়। তারা টেলিভিশন দেখার সোফাটা থেকে দূরে থাকে। | La diretta conseguenza è il declino dell'interesse per la televisione;le persone staranno alla larga dal divano. |
40 | সাম্প্রতিক কয়েক বছরে, মাঝারি ও বড় শহরগুলোতে টেলিভিশন দেখার হার উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। | Negli ultimi anni, specialmente nelle grandi città, i livelli degli ascolti sono crollati significativamente. |
41 | নতুন প্রজন্ম, ইন্টারনেটে যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার চলচ্চিত্রগুলো দেখছে। | I giovani preferiscono guardare le serie americane o coreane su internet. |
42 | কিন্তু এর পরেও কিছু কিছু নির্মাতা বোঝেনা যে তারা তাদের বাজারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। | Tuttavia, alcuni funzionari non capiscono che hanno portato il mercato dell'intrattenimento verso un punto morto. |
43 | এতে তাদের লাভ কি? | Cosa ci hanno guadagnato? |