# | ben | ita |
---|
1 | ইজরায়েল: নেট নাগরিকরা ইরানে হামলার সম্ভাবনার ব্যাপারে জোরালো ভাবে আপত্তি জানিয়েছে | Israele: dissenso dei netizen nei confronti di un possibile attacco all'Iran |
2 | বেশ কিছু ইজারয়েলী প্রচার মাধ্যম ইরানের পারমাণবিক স্থাপনার উপর ইজরায়েলের সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সংবাদ প্রদান করেছে। | Negli ultimi giorni, i report pubblicati da varie testate locali hanno segnalto la possibilità di un imminente attacco da parte di Israele contro le basi nucleari iraniane. |
3 | এই সব সংবাদে বর্ণনা প্রদান করা হয় যে নিরাপত্তা প্রতিষ্ঠান, আইডিএফ, মোসাদ এবং শিনবেত ইরানের হামলা চালানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান এখন সংসদকে উদ্বুদ্ধ করছে যেন সংসদ ইরানে হামলা চালানোর ক্ষেত্রে অনুমোদন প্রদান করে। | Secondo tali report, nonostante l'opposizione delle forze di sicurezza israeliane [en, come gli altri link, eccetto ove diversamente indicato] (IDF [it], Mossad [it] e Shin Bet), il Primo Ministro israeliano Benjamin Netanyahu, il Ministro della difesa Ehud Barak ed il Ministro degli esteri Avigdor Lieberman si starebbero prodigando al fine di convincere il governo ad autorizzare un'azione militare diretta contro l'Iran. |
4 | এই সংবাদকে মাথায় রেখে ইজরায়েলের জনতা এই প্রথম বারের মত এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বের সাথে বিতর্ক করেছে | In seguito alla diffusione di tali notizie, i cittadini israeliani hanno iniziato per la prima volta a dibattere seriamente su questo importante tema. |
5 | +৯৭২ নামক পত্রিকায় ল্যারি ডাফনার যেমনটা লিখেছে: | Come riportato da Larry Dafner su +972 Magazine: |
6 | অবশেষে, এই ঘটনা ঘটল। | Alla fine, è successo. |
7 | বছরের পর পারমাণবিক শক্তিধর ইরানের সম্ভব্য হুমকির কথা বছর ধরে শুনতে থাকা এবং আলোচনার পর, আমরা এখন সেই প্রাথমিক হামলাকে বোমারু বিমান দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। | Dopo anni in cui non abbiamo fatto altro che sentir parlare e dibattere in merito al potenziale pericolo rappresentato dal nucleare iraniano, finalmente i cittadini di questo Paese stanno dibattendo sul pericolo potenziale rappresentato da un bombardamento preventivo finalizzato a scongiurare quel primo pericolo. |
8 | আমরা কেবল ইরানের হুমকি সম্বন্ধে নয়, ইজরায়েলের হুমকি সম্বন্ধেও শুনে আসছি। | Finalmente sentiamo parlare non solo della “minaccia iraniana”, ma anche della “minaccia israeliana”. |
9 | এবং বছরের পর বছর ধরে এই হাসবারা রাজা, হিটলার ও ১৯৩৮ সাল এবং গণহত্যার মত বিষয়ের কথা উচ্চারণ করে আসছে, আর ইজরায়েলের জনতা পরোক্ষভাবে দেশটির কিছু কিছু নাগরিকের কাছে তা শুনে আসছে। তবে জনতা রাজনীতিবিদদের চেয়ে পেশাজীবী, পেশাদার যোদ্ধা, এবং গুপ্তচরদের বেশী বিশ্বাস করে। | Dopo anni in cui abbiamo sentito parlare il Re della hasbara di Hitler, del 1938 e del déjà vu dell'olocausto, gli israeliani stanno sentendo, seppur indirettamente, il parere di persone ritenute più affidabili dei politici del Paese- militari professionisti e spie- e quello che sentono da questi “uomini duri” è un secco e forte “NO”. |
10 | এবং এই ব্যাপারে ওই সমস্ত পেশাদার কর্মীদের যে বক্তব্য এসেছে তা খুব স্পষ্ট। কোন ধরনের জরুরী হামলার প্রয়োজন “নেই”। | I netizen israeliani hanno risposto all'unanimità in maniera negativa alla possibilità, paventata in questi report, di un attacco all'Iran. |
11 | ওই সমস্ত সংবাদের প্রতিক্রিয়া এবং ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভব্য হামলার বিষয়ে ইজরায়েলি নাগরিকরা প্রচণ্ড নেতিবাচক মনোভাব প্রদান করেছে। | Alcuni hanno addirittura dato il via ad un evento Facebook volto ad organizzare una manifestazione di protesta di fronte al Ministero della difesa [he] , sito a Tel Aviv, per il 6 novembre. |
12 | অনেকে এমনকি ইরানে বিরুদ্ধে হামলার প্রতিবাদে তেলআভিভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ৬ নভেম্বর এক বিক্ষোভ সমাবেশ-এর জন্য এক ফেসবুক প্রচারণা শুরু করে। | Secondo molti netizen quella dell'attacco all'Iran sarebbe solo una tattica diversiva per deviare l'attenzione dalla recente ondata di proteste contro le politiche del governo Netanyahu [it] in ambito economico: |
13 | অনেক নেট নাগরিক নেতানিয়াহু সরকারের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার চেষ্টাকে, সম্প্রতি তাদের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে যে সামজিক ন্যায়বিচার আন্দোলন নামক বিক্ষোভ দেখা দিয়েছে, সেটিকে পাশ কাটানোর এক প্রচেষ্টা বলে মনে করছেন। | |
14 | @হাইমএইচজেড: ইরানের হুমকি নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে। | @haimhz: è sufficiente la minaccia iraniana. |
15 | যদি এখানে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়, তাহলে আমরা এক ঝলকানি দেখতে পাব, তারপরে সব শেষ হয়ে যাবে। | Se un missile nucleare ci colpisse, vedremmo per un attimo un forte bagliore e poi sarebbe tutto finito. |
16 | এমন কি তা কোন যন্ত্রণার সৃষ্টি করবে না। | Non avrei nemmeno il tempo di soffrire. |
17 | অন্যদিকে একটি ওভার ড্রাফট-এর [ইজরায়েল-এর অর্থনৈতিক নীতির কারণে ঋণে আবদ্ধ হয়ে যাওয়া] যন্ত্রণা আপনি সব সময় টের পেতে থাকবেন। | Un debito invece [indebitarsi per poter vivere, a causa delle politiche economiche messe in atto dal governo] è qualcosa che ti logora giorno per giorno. |
18 | @ইশাইও: যদি কোন রুটি না থাকে, তাহলে ইরানের সাথে এক যুদ্ধ বাঁধিয়ে পেটের ক্ষুধা মেটাও। | @YishaiO: quando non c'è pane, provate a mettere sotto i denti una guerra contro l'Iran |
19 | @ওডাসকাল: এখন কেন সবাই ইরান নিয়ে কথা বলছে? | @odaskal: perché tutti parlano solo dell'Iran ora? |
20 | এহুদ বারাক এখন সকল যুদ্ধ বিষয়ক সংবাদদাতা সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, তাদের তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা নিশ্চিত রুপে হামলা চালাতে যাচ্ছি, কেন? | Sembra che Barak stia cercando di lavorare a stretto contatto con tutti i responsabili degli affari militari per convincerli che stiamo per attaccare. |
21 | কারণ তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয় কমাতে চায়। | Perché? Perché volevano tagliare le spese militari. |
22 | ইজরায়েলর নেতাদের নির্বুদ্ধিতা এবং বেপরোয়া মনোভাবের জন্য অন্যরা এক বেদনাদায়ক মনোভাব নিয়ে আলাপ করছে | Alcuni si lamentano per la stupidità e l'avventatezza che percepiscono nella leadership israeliana: |
23 | @এ_ড্রেড্রিমার: এরা সব উন্মাদ, এইসব বন্ধ করুন! | @a_Daydreamer: Siete dei pazzi, è ora che la smettiate! |
24 | তাদের ভাব ভঙ্গি অনেকটা এ রকম, ‘আয় হায়, এই বদমাইশ আমাকে পিটাতে চায়! | Sostanzialmente quello che sta accadendo suona come un: “oh no! Questo bullo vuole farmi fuori! |
25 | সে আমার গায়ে হাত তোলার আগে, আমারই মারপিট শুরু করে দেওয়া উচিত, আর তাহলে সে বুঝাবে যে আমি কতটা শক্তিশালী আর সে কেঁদে ফেলবে এবং কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে'! | è meglio che sia io a farlo fuori per primo, gli farò vedere con chi ha a che fare, e tornerà a casa dalla mamma piangendo!” |
26 | #ইরান | #Iran |
27 | @দোরোনিকো: ফিলিস্তিন সরকারের পতন ঘটাতে ১ চাপুন। | |
28 | ইরানের সাথে যুদ্ধ শুরু করতে ২ চাপুন। | |
29 | তেলআভিভে শত শত মিসাইল ছুঁড়তে ৩ চাপুন। | |
30 | মাসাদের ক্ষেত্রে নিজেদের চাঙ্গা করতে [ গণহারে আত্মহত্যা করার আগে] ৪ চাপুন। | |
31 | গগ এবং মাগগ [কেয়ামত সাধনের জন্য] শূন্য চাপুন অথবা অপেক্ষা করুন। | |
32 | @ওমেরবারা: আমি দেখতে পাচ্ছি যে আমরা গাজার দ্বারা আক্রান্ত। একই সাথে মিশর এবং সিরিয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং নিজেকে বলছি যে প্রতিটি উন্মাদ প্রধানমন্ত্রী নিজেকে বলবে; চল আরেকটা যুদ্ধের ময়দান তৈরি করি। | @doroniko: per causare il collasso dell'Autorità Palestinese, premere 1. Per la guerra contro l'Iran, premere 2. Per centinaia di missili diretti verso Tel Aviv, premere 3. Per fortificarci sul Massada [it] [prima di commettere un suicidio di massa], premere 4. Per Gog e Magog [it] [la fine del mondo], premere 0 o aspettare. |
33 | #বিবিস্পিচটুদিনেতানইয়াহু @শানিরাবি: কেবল মর্যাদা এবং সমৃদ্ধির সাথে বেঁচে থাকার জন্য আপনাদের সরকার আপনাদের অধিকার হরণ করছে না, এখন তারা আপনাদের বেঁচে থাকার অধিকার হরণ করতে যাচ্ছে। | @Omerbara: visto che eravamo attaccati da Gaza, vista la situazione in Egitto e in Siria, mi sono detto quello che qualsiasi Primi Ministro sano di mente si sarebbe detto: apriamo un altro fronte. |
34 | #অপারেশনইরান | #BibiSpeechToTheNation |
35 | তবে অনেকে এই সুযোগে এই বিষয়ে রসিকতা করতে ছাড়েননি, সাম্প্রতিক যে নথি ফাঁস হয়েছে তা উল্লেখ করে রুবিনেট লিখেছে: | |
36 | @রুবিনেট: ইরান ফাইট ক্লাবের প্রথম নিয়ম, আপনারা কেউ ইরান ফাইট ক্লাব সম্বন্ধে কোন আলোচনা করতে পারবেন না। | @shanirabi: stupidi cittadini israeliani. Non solo lasciate che questo governo vi rubi il diritto di vivere dignitosamente e in prosperità, ma lasciate anche che vi rubi il diritto alla vita. |
37 | #ফ্রমসিকিউরিটিফরবিগেনার্স। | #OperationIran Ovviamente, qualcuno ha approfittato dell'occasione per ironizzare. |
38 | ইটামার শালটেল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইজরায়েলের শহরগুলোর মানুষের সম্ভব্য লাভের হিসেব নিয়ে এক রসিকতা করছে। | Facendo riferimento al gran numero di recenti fughe di notizie, Rubynet ha scritto: @Rubynet: prima regola dell'Iran fight club, non parlare dell'Iran fight club #From:SecurityForBeginners |
39 | @ইটামারস: যদি আমরা ইরানের উপর হামলা চালাই, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র তেলআভিভে নিক্ষিপ্ত হবে। | Itamar Shaltiel ha commentato ironicamente in merito alla possibilità che le città israeliane siano soggette ad un attacco missilistico: |
40 | এতে এখানকার এপার্টমেন্টগুলোর দাম পড়ে যাবে। | @itamars: se attacchiamo l'Iran, dei missili colpiranno Tel Aviv. |
41 | যদি সেগুলোর দাম পড়ে যায়, তাহলে আমারা সামাজিক ন্যায় বিচার লাভ করব। | Se dei missili colpiranno Tel Aviv, il costo degli appartamenti crollerà. Così, finalmente avremo giustizia sociale. |
42 | #উইন #জে১৪ | #WIN #j14 |