Sentence alignment for gv-ben-20111031-21018.xml (html) - gv-ita-20111031-48565.xml (html)

#benita
1মিশর: বিপ্লব পরবর্তী আরেকটি নির্যাতনের ঘটনাEgitto: ancora un caso di morte a seguito di tortura
2এই প্রবন্ধটি মিশর বিপ্লব-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। “বিপ্লবকে আবার পুনর্জীবিত করার জন্য” আজ দিনের শেষে মিশরীয় নাগরিকরা আবার তাহরির স্কোয়ারে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়।Mentre gli egiziani continuano ritrovarsi in Piazza Tahrir, al Cairo, per “reclamare la loro rivoluzione” [ar, come tutti i link tranne ove diversamente segnalato], scioccanti notizie continuano a ricordare che la rivoluzione è tutt'altro che finita.
3এক মর্মঘাতী বিস্ময়কর সংবাদ তাদের আবার স্মরণ করিয়ে দেয় যে, এই বিপ্লব সম্পূর্ণ করার ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকী রয়ে গেছে।
4হামলার শিকার নাগরিকদের পুর্নবাসন কেন্দ্র আল নাদিম সেন্টার তাদের ফেসবুকের পাতায় ঘোষণা করেছে :Il centro Al Nadeem [en] per la riabilitazione delle vittime della violenza, ha annunciato sulla sua pagina Facebook:
5২৫ ফ্রেব্রুয়ারির সামরিক আদালতে এসাম আলি আত্তাহকে দুই বছরের কারাদণ্ড প্রদান করে, তুরাহ জেলে তার নিজের কারা কক্ষে মোবাইল সিম পাচার করার শাস্তি হিসেবে তার উপর নির্মম অত্যাচার করা হয়, যার মধ্যে রয়েছে মুখে এবং পায়ুপথে পানির পানির পাইপ (ওয়াটার হোস) ঢুকিয়ে দেওয়া।come punizione per aver introdotto di nascosto una carta sim nella sua cella dentro il carcere di Turah, Essam Ali Atta, condannato a due anni da un tribunale militare il 25 febbraio, è stato brutalmente torturato mediante l'inserimento di tubi d'acqua nella bocca e nell'ano.
6এই ঘটনার পরে তারা পিতামাতাকে না জানিয়ে তাকে কাসর এল এইনি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সে মৃত্যু বরণ করে।In seguito è stato trasportato, senza che i genitori fossero a conoscenza di nulla, all'ospedale Qasr El Eini dove è deceduto
7মিশরের বিখ্যাত শহীদ খালেদ সাইদের ফেসবুকের পাতায় সম্প্রতি আত্তার মৃতদেহের একটি ছবি প্রকাশ করা হয় এবং আবার সেখানে দাবী করা হয় যে তার উপর সংঘঠিত নির্মম অত্যাচারের কারণে তার মৃত্য ঘটেছে।La pagina Facebook del famoso martire egiziano Khaled Said ha pubblicato una foto del corpo di Atta e numerose dichiarazioni che affermavano come la morte fosse stata la conseguenza delle torture fisiche.
8আত্তার এই বীভৎস মৃত্যুর সংবাদ, সামাজিক প্রচার মাধ্যম ওয়েব সাইটে এক ক্ষোভের সৃষ্টি করেছে, বিশেষ করে টুইটারে, যেখানে ব্যবহারকারীরা আইনজীবী মালেক আদলীর প্রদান করা নিয়মিত তাজা সংবাদ অনুসরণ করত।La notizia della scioccante morte di Atta ha causato scalpore e proteste tra i social media, in particolare su Twitter gli utenti hanno seguito con ansia gli aggiornamenti dell'avvocato Malek Adly dopo che questi si è offerto di dare supporto legale alla famiglia della vittima.
9মালেক আদলী ঘটনার শিকার ব্যক্তির পরিবারকে এই ঘটনায় আইনী সহায়তা প্রদান করতেন।Adly racconta delle condizioni in cui ha trovato il cadavere di Essam Atta:
10আদলী তার একাউন্টে সংবাদ প্রদান করেন যে তিনি এসসাম আত্তার মৃতদেহ দেখেছেন এবং তার সংবাদ ভাষ্য ছিল এ রকম:
11@মালেকাআদলি : আমি এসসাম আত্তার মৃতদেহটি দেখেছি।@malekadly: Ho visto il cadavere di Essam Atta.
12তার দেহে কোন ক্ষত ছিল না কিন্তু তার পোশাক ছিল ছিন্নবিচ্ছিন্ন।Non si vedevano lesioni ma i vestiti erano strappati e del liquido fuoriusciva da ogni orifizio del corpo.
13এবং তার শরীরের সকল ছিদ্র দিয়ে পানি বের হচ্ছিল।Continua più tardi comunicando che la causa ufficiale della sua morte è stato:
14সম্প্রতি তিনি আত্তার মৃত্যুর প্রকৃত কারণ টুইট করেন:@malekadly: l'aver vomitato sangue, cosa che ha portato a un blocco circolatorio e conseguente arresto cardiaco come conseguenza di uno sconosciuto avvelenamento.
15@মালেকাআদলি : তার মুখ দিয়ে যে রক্তবমি হচ্ছিল, তার ফলে দেহের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যহত হয় (সার্কেলুটরি ফেইলিওর-এর ফলে শরীরে নানাবিধ রাসায়নিক ক্রিয়ার কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়) এবং এবং এক অজানা বিষের কারনে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়।
16মিশ্রর আল কাদিমার পুলিশ বিভাগের ৫৫৩৭ নম্বর রিপোর্টে এই সব কথা লিখা আছেQuesto è ciò che è scritto nel rapporto n.5537 del distretto di polizia di Misr Al Qadima
17আদলির এই টুইট, আদেল সালিব এবং পিটার রামজির মত কিছু টুইটারকারীকে জেইনহোম নামক মর্গে নিয়ে যায়, যেখানে এই মৃতদেহটি রাখা ছিল। তাদের উদ্দেশ্য ছিল আত্তার পরিবারকে সমর্থন করা।I tweet di Adly hanno portato alcuni tweep come Adel Salib e Peter Ramzy ad andare fino all'obitorio di Zeinhom per manifestare il proprio sostegno alla famiglia di Atta.
18সাধারণ নাগরিকের সামরিক আদালতে কোন বিচার নয় নামক দলের সম্বনয়কারী একটিভিস্ট মোনা সাইফ, আত্তার ঘটনা সম্বন্ধে আরো তথ্য প্রদান করেছে :L'attivista Mona Saif, coordinatrice del gruppo “No ai Processi Militari per i Civili”, ha fornito ulteriori informazioni sul caso Atta:
19এসসাম আলি আত্তা, যার বয়স ২৩ বছর, তাকে সামরিক এক আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করে।Essam Ali Atta, 23 anni, era stato condannato a due anni da un tribunale militare.
20আমরা তার এই শাস্তির বিরুদ্ধে দরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার উপর করা অত্যাচারের ফলে আজ সে মারা গেছে।
21টুইটারে যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে তার বেশিরভাগই ক্ষোভ এবং হতাশার।Volevamo appellarci a questa sentenza ma è morto oggi a causa di torture.
22নিজেদের হতাশা প্রকাশ করার জন্য টুইটারকারীরা #এসসাম আত্তা নামের একটি হ্যাশট্যাগের সৃষ্টি করেছে। তারা এই কারণে হতাশ যে বিপ্লব পরবর্তী মিশরেও পদ্ধতিগত নির্যাতন ব্যবস্থা এখনো বজায় রয়েছে।Le reazioni su Twitter sono state soprattutto di rabbia e frustrazione; alcuni tweep hanno creato l'hashtag #EssamAtta per manifestare la propria frustrazione per il fatto che la tortura sistematica esista ancora nell'Egitto del post-rivoluzione.
23খালেদ সাইদের মামলা রায় প্রদানের দুই দিন পরে এই ঘটনা ঘটল। খালেদ সাইদের মামলায় অভিযুক্ত পুলিশকে তথ্য প্রদানকারী এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে, যারা তার মৃত্যুর জন্য দায়ী।L'episodio è avvenuto due giorni dopo la chiusura del caso di Khaled Said [en], che ha portato alla condanna a diciassette anni di carcere per l'informatore e il poliziotto responsabili della sua morte.
24অনেকে এই শাস্তিকে “খুবই সামান্য” বলে মনে করছে এবং তারা এর জন্য বিচার পদ্ধতিকে অভিযুক্ত করেছে, কারণ এই বিচার ব্যবস্থায় এই মামলাকে প্রথম স্তরের হত্যার বদলে প্রচণ্ড প্রহারের কারণে একে দ্বিতীয় মাত্রার এক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেছে ।
25দৃশ্যত, মিশরের বর্তমান সামরিক শাসন পরিষদের শাসন কার্য দেশটিতে যে প্রান্তিক অবস্থার তৈরি করছে, তার পরিমাণ ক্রমেই বাড়ছে এবং আগামীতে এক সংঘর্ষ অনিবার্য বলে মনে হচ্ছে।Il verdetto era stato visto da molti come “troppo clemente” e si rimproverava al sistema giudiziario di aver trattato un caso di omicidio per percosse come omicidio di secondo grado anziché di primo.
26এই প্রবন্ধটি মিশর বিপ্লব-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Sembra montare la frustrazione sull'operato della giunta militare che governa provvisoriamente il Paese - secondo alcuni si potrebbe addirittura arrivare allo scontro.