Sentence alignment for gv-ben-20140110-41178.xml (html) - gv-ita-20140112-89321.xml (html)

#benita
1আর্জেন্টিনা: তীব্র তাপদাহে আবদ্ধ মেরু ভাল্লুক আক্রান্তArgentina: Orso polare in cattività soffre per il caldo intenso
2আর্জেন্টিনার মেন্ডোজা চিড়িয়াখানায় আবদ্ধ আরটুরো নামক মেরু ভাল্লুক প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট তাপদাহে যন্ত্রণা ভোগ করছে।Arturo, un orso in cattività nello zoo di Mendoza [es, come tutti i link seguenti], in Argentina, soffre per le ondate di calore.
3সাধারণ নাগরিকেরাও এই পরিস্থিতিতে আক্রান্ত এবং তারা চায় যে ভাল্লুকটিকে এমন এক পরিবেশে রাখা হোক যা তাকে এই প্রচণ্ড গরমে স্বস্তি প্রদান করবে।La popolazione non è rimasta a guardare e vuole che l'orso venga posto in condizioni che gli permettano di sopportare alte temperature.
4এর আগে গরমের সময় তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যখন মেরু ভাল্লুক উইনার মৃত্যুবরণ করে, তখন আর্জেন্টিনায় বিষয়টি যথারীতি এক নজিরে পরিণত হয়।C'è già un precedente, quando l'orso polare Winner morì a causa delle alte temperature tipiche dei mesi estivi.
5আরটুরো হচ্ছে এখন আর্জেন্টিনার অবশিষ্ট একমাত্র মেরু ভাল্লুক।Arturo è l'unico esemplare di orso polare in Argentina.
6মার্কাস আব্রাজা বোউমান [স্প্যানিশ ভাষায়], বর্তমানে ভাল্লুকটি যে পরিবেশে বাস করে তা নিয়ে তার ব্লগে লিখেছে [স্প্যানিশ ভাষায়]:Marcos Abarza Baumann nel suo blog descrive le condizioni in cui l'orso si trova attualmente:
7মেন্ডোজা চিড়িয়াখানায় যে পরিবেশে ভাল্লুকটি বাস করে, তার অবস্থা ভয়াবহ, তারপরে এমনকি তারা প্রতিদিন আমাদের ক্ষুব্ধ করে চলেছে। এখন ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটিতে প্রদর্শিত হচ্ছে যে চিড়িয়াখানার কর্মীরা প্রাণীদের পরিষ্কার করার জন্য হোসপাইপ ব্যবহার করছে যারা এখনো সেই পুরোনো খাঁচায় বাস করছে, যদি তাদের জন্য নতুন এক ভবন নির্মাণ করা হয়েছে।Le condizioni in cui vive l'orso Arturo allo zoo di Mendoza sono pessime e continuano a indignarci ogni giorno di più: circola ora un video su Youtube che mostra gli impiegati dello zoo che usano dei tubi per rinfrescare l'animale, che intanto continua a vivere nella stessa recinzione, nell'attesa che finiscano di costruirne una nuova.
8তারা বরফের মাঝে থাকা একটি প্রাণীর উপর পানি ছিটাচ্ছে যা অনেকটা শূন্য ডিগ্রির নীচে জমে থাকার মত অবস্থা।TIRANO ACQUA A UN ANIMALE CHE VIVE TRA I GHIACCI PER IMITARE LE TEMPERATURE AL DI SOTTO DELLO ZERO.
9এটাকে একটা রসিকতার মত মনে হতে পারে, কিন্তু তা নয়, নিচের ভিডিওতে বিষয়টি দেখুন:Sembra uno scherzo ma non lo è, guardate:
10ইউটিউবে এই ভিডিওটি প্রকাশ করেছে জুলিয়েটা গোডয়।Il video è stato pubblicato su Youtube da Julieta Godoy.
11মেরু ভাল্লুক আরটুরো নামক ফেসবুকের পাতা [স্প্যানিশ ভাষায়] এই নিয়ে অক্টোবর ২০১২ থেকে চলতে থাকা লড়াই-এর গল্প তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়], এমনকি যদিও এখন পর্যন্ত কোন কিছুর পরিবর্তন ঘটেনি:Nella pagina Facebook Arturo L'ORSO POLARE, si racconta la storia della battaglia che va avanti dall'ottobre 2012, anche se ancora oggi niente è cambiato:
12নতুন এক বছর শুরু হয়েছে…কিন্তু সকল কিছু আগের মতই আছে।UN NUOVO ANNO È INIZIATO… MA NIENTE È CAMBIATO
13আরটুরো এখনো তার সেই সিমেন্টের ঘরে আবদ্ধ এবং আকাশী নীল রঙে আটকে আছে।Arturo è ancora rinchiuso nella sua gabbia di cemento e pittura celeste. -
14অক্টোবর ২০১২-এ আমরা এই লড়াই শুরু করেছিলাম, তার জন্য যথারীতি দুইবার আমরা আমাদের পানপাত্র (কণ্ঠস্বর) তুলে ধরেছি…কিন্তু কোন লাভ হয়নি।Abbiamo iniziato questa battaglia nell'ottobre 2012, abbiamo alzato i calici già due volte per lui… ma niente.
15এদিকে দুয়েন্দে ভিসুয়াল [স্প্যানিশ ভাষায়] কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, প্রাণী অধিকার সংরক্ষণে আর্জেন্টিনা যেন পথিকৃৎ রাষ্ট্রে পরিণত হয়:Nel frattempo, il blog Duende Visual sta chiedendo alle autorità affinchè l'Argentina sia uno stato pioniere dei diritti degli animali:
16আমরা আর্জেন্টিনাকে এমন এক রাষ্ট্রে পরিণত করতে পারি যে দেশটি প্রাণী অধিকার সংরক্ষণে এক পথিকৃৎ রাষ্ট্রে পরিণত হব, যেখানে বিপন্নপ্রায় প্রাণীগুলোকে সেভাবে সংরক্ষণ করা হবে যে ভাবে তা করা উচিত, আর তাদের চলাফেরার জন্য এমন এক স্থান দেওয়া হবে যেখানে তারা মুক্ত ভাবে এবং খুশী মনে চলাফেরা করতে পারে।Possiamo far diventare l'Argentina un paese pioniere dei diritti degli animali, in cui specie in pericolo possano essere protette a dovere, dando loro un posto in cui vivere liberi e felici.
17জনতার মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, প্রাণীদের আমাদের ভ্রাতা ও ভগ্নিতে পরিণত করতে পারি, কেবল নতুন প্রজন্মকে এই বিশ্বাসের প্রতি সচেতন করা নয় যে প্রাণীরা কেবল পণ্য কিংবা বস্তু।Possiamo svegliare le coscienze della popolazione, considerare gli animali come fratelli e sorelle e non educare i giovani a considerarli beni o cose.
18এই পরিস্থিতির বিষয়টি টুইটারেও প্রতিধ্বনিত হয়েছে, যেমনটা আমার সম্প্রতি করা এই দুই টুইটে তা দেখতে পাই:La notizia rimbalza anche su Twitter, come si può vedere in questi due recenti post:
19মেনডোজা কর্তৃপক্ষ কেন এই বিষয়ে কিছু করছে না?Perché le autorità di Mendoza non stanno facendo niente?
20তারা কি এই ভাল্লুকের মৃত্যুর জন্য অপেক্ষা করছে?Aspettano che muoia?
21ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ এটা নিছক পরিস্থিতিকে উপেক্ষা করা।Signori, questo è maltrattamento.
22http://t.co/aBNLRGeUN7 vía @todonoticias হে ঈশ্বর:তাদের উচিত প্রাণীটিকে মুক্ত করে দেওয়া, সে মারা যাচ্ছে!!!!!!!!!!!!!!MIO DIO, PASSATE PAROLA: DEVONO LIBERARE QUELL'ANIMALE, STA MORENDO!!!!!!!!!!!!!!
23ছোট আকারের ছবিটি মেরু ভাল্লুক আরটুরো নামক ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে [স্প্যানিশ ভাষায়]।Piccola immagine della pagina Facebook Arturo L'ORSO POLARE.