# | ben | ita |
---|
1 | কলম্বিয়া: বাস্তবের সুপার হিরো যিনি | Colombia: #SuperPan, il supereroe mascherato in motorino che sfama i poveri |
2 | ভেসপায় চড়ে আছেন সুপার প্যান। | Super Pan sulla sua Vespa. |
3 | স্ক্রিনশট নেয়া হয়েছে ইউটিউব থেকে। | Fermo immagine preso da YouTube. |
4 | বাস্তবের সুপার হিরোর খোঁজ মিললো কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে। | Nella città di Bucaramanga [it], in Colombia, capitale del dipartimento di Santander, vive un vero e proprio supereroe che agisce sotto il nome di Pancracio Levadura. |
5 | তিনি সেখানে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। | Il nome letteralmente significa Pancracio Lievito, e gioca sulla parola “pane”. |
6 | তার নাম প্যানক্রাসিয়ো লেভাদুরা। | Ma molti lo conoscono semplicemente come Super Pan. |
7 | নামের অংশবিশেষ ‘প্যান'-এর বাংলা মানে হলো রুটি। তবে বেশিরভাগ মানুষ তাকে সুপার প্যান নামেই চেনে। | Il lunedì, mercoledì e venerdì mattina, questo singolare benefattore distribuisce 50 pezzi di pane e 50 succhi di frutta ai senzatetto, come riporta Señal Radio Colombia. |
8 | ভেসপায় চড়ে মাস্ক পরে চলাফেরা করেন তিনি। | [es, come i link a seguire, salvo ove diversamente specificato] |
9 | সেনাল রেডিও কলম্বিয়ার তথ্যমতে, তিনি প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকালে গৃহহীন ক্ষুধার্ত মানুষের মাঝে ৫০ পিস রুটি এবং ৫০ বোতল জুস বিলি করেন। | |
10 | সুপার হিরো নিজের আসল পরিচয় দিতে অনীহা প্রকাশ করেছেন। তবে তিনি ফেসবুকে সক্রিয়। | L'uomo dietro la maschera rifiuta di rivelare il suo vero nome, ma ha una pagina Facebook attiva dove scrive: |
11 | তিনি সেখানে লিখেছেন: | Buongiorno amanti del pane! |
12 | শুভ সকাল, রুটি প্রেমীরা! […] আমি ঠিকঠাকমতো আপনাদের প্রশ্নে উত্তর দিতে না পারায় দু:খিত। | […] Scusate se non rispondo subito ai messaggi, ma ne sono arrivati più di 300! |
13 | আমি ইতোমধ্যে ৩০০'র বেশি বার্তা পেয়েছি। | Lo so, è una valanga di benedizioni! |
14 | আপনাদের আর্শীবাদ সম্পর্কে আমি অবহিত আছি। আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এতে অংশ নিতে চেয়েছেন। | E sono davvero emozionato perché so che i contributi continueranno a crescere come il lievito. |
15 | আপনাদের অংশগ্রহণ একে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। সবকিছুই মহান ঈশ্বরের কৃপায় হয়েছে। | Parlate con Dio, fate la sua volontà e tutto, Tutto! andrà per il meglio. |
16 | সবকিছু ভালোর জন্য পরিবর্তন হবে। | Vi mando tante benedizioni e un immenso abbraccio! |
17 | আমি সবাইকে আমার তরফ থেকে সুভাশীষ জানাচ্ছি। | […] Grazie per le belle parole… Vi amo! |
18 | সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। | |
19 | আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো। | La sua attività ha attirato l'attenzione dei media. |
20 | দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের জন্য তার এই প্রচেষ্টা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে। | |
21 | দ্য সানডে সাময়িকী লিখেছে: | Il giornale domenicale El Frente scrive delle sue azioni: |
22 | বুকারামাঙ্গার মানুষের জন্য সুপার হিরোর জনকল্যাণমূলক কাজ সবার কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে সহযোগিতা করতে চেয়েছেন, যা সুপার প্যানের উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে। | Le azioni filantropiche dell'eroe mascherato lo hanno convertito in un vero e proprio punto di riferimento per gli abitanti di Bucaramanga, che non perdono occasione di avvicinarsi a lui e sostenerlo o ringraziarlo, che, dopotutto, è lo scopo iniziale di Pancracio Levadura, meglio conosciuto come Super Pan. […] Anche se Super Pan ha un mantello, non vola, quindi usa il motorino come mezzo di trasporto per andare dove lo conduce Dio, per dare pane e caffè ai più bisognosi della capitale di Santander. |
23 | […] সুপার প্যানের ঢিলেঢালা জামা থাকলেও তিনি উড়ে চলেন না। | In questo video di YouTube è possibile vedere Super Pan in azione: |
24 | তিনি মোটরসাইকেলে চড়ে সব জায়গায় যান। | |
25 | ক্ষুধার্ত মানুষের মাঝে রুটি বিলি করেন। | Su Twitter, l'hashtag #SuperPan raccoglie le opinioni favorevoli degli utenti: |
26 | কখনো কখনো কফিও দেন। | Esistono supereroi veri, #SuperPan. |
27 | নিচের ভিডিও-তে সুপার প্যানের কার্যক্রম দেখা যাবে। | Un grande esempio che potremmo seguire tutti. |
28 | সংবাদ ওয়েবসাইট ভ্যানগুয়ার্দিয়া ইউটিউবের ফুটেজ নিয়ে প্রতিবদেনটি করেছে: | |
29 | টুইটারে সুপার হিরোর ভক্তরা #সুপারপ্যান হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে: | |
30 | বাস্তবের সুপার হিরো #সুপারপ্যান। | Piccole azioni per ottenere grandi cambiamenti. |
31 | দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য তার এই কার্যক্রমকে সবার উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিত। | |
32 | ছোট ছোট উদ্যোগ বড়ো পরিবর্তন আনতে পারে। | Complimenti, fai un lavoro che fanno solo i supereroi, hai un grande cuore. |
33 | অভিনন্দন! | #SuperPan |
34 | আপনি যা করছেন, তা সুপার হিরোদেরই কাজ। আপনি খুব দয়ালু লোক। | Magari ci fossero tante persone a fare buone azioni come #SuperPan. |
35 | #সুপারপ্যান আমি আশা করি, আরো অনেকেই #সুপারপ্যানের মতো কাজ করবে। | Questo è il genere di persone di cui ha bisogno la Colombia. |
36 | আপনার মতো এমন দয়ালু লোক কলম্বিয়ার আরো দরকার। | Tutta la mia ammirazione e il mio rispetto. |
37 | আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে। | Situazione sentimentale: Vorrei essere il rotolo farcito di #SuperPan |
38 | আপনার প্রতি শ্রদ্ধায় মন ভরে গেছে। | Super Pan ispirerà altri a indossare maschera e mantello? |
39 | স্ট্যাটাস: #সুপারপ্যানের সুইস রোল হতে চাই। | L'utente @MegaJexux si chiede: |
40 | @মেগাজেসাক্স বিস্ময়ের সাথে জানতে চেয়েছেন, সুপার প্যানের আলখাল্লা আর মাস্ক সবাইকে অনুপ্রাণিত করবে কি না? | |
41 | #সুপারপ্যান, আপনার প্রধান শত্রু কে হবে? | #SuperPan, chi sarebbe il suo arcinemico? |
42 | আপনার কি মনে হয়? | Voi cosa ne pensate? |