# | ben | jpn |
---|
1 | জাপানিদের কারণে টুইটার নতুন রূপ পেল | 日本:Twitterを変えた「天空の城ラピュタ」の一斉ツイート |
2 | টুইটারের জাপানি সংস্করণের স্ক্রিনশট। | Twitterのスクリーンショット |
3 | জাপানিদের মতো কেউ-ই এতো টুইট করে না। | ウェブマガジンWired US版の最近の記事によると、 日本人のようなツイッターの使い方は独特だという。 |
4 | সম্প্রতি ওয়্যারড ম্যাগাজিন এমন তথ্যই প্রকাশ করেছে। | 過去に実際、人気のつぶやきサイトを同時に使う日本人独自の使用法で、ツイッターが停止状態となった。 |
5 | তাছাড়া জাপানে টুইটার এতো বেশি জনপ্রিয় যে, অতীতে এটা কয়েকবার ক্রাশ-ও করেছে। | その原因とは何か? |
6 | ক্রাশ করার পিছনের কারণ হিসেবে টুইটার জানিয়েছে, প্রতিবছর একটা নির্দিষ্ট সময়ে এতো বেশি মানুষ একসাথে আপডেট শেয়ার করেন যে, টুইটার সেই চাপ নিতে পারে না। | Twitter社によると、一年の決まった時期、日本人が全く同じ時間に、つぶやきを共有することを好むからだそうだ。 |
7 | যেমন ২০১২ সালের নতুন বছর উদযাপনের দিনটির কথাই ধরুন, ঠিক বারোটার সময়ে এতো বেশি টুইটার ব্যবহারকারী একসাথে আপডেট শেয়ার করেছিলেন যে, টুইটারের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। | 例えば、2012年の大晦日では、新年のまさに始まりである0時、ほぼ全てであろうツイッターユーザーが全く同時にツイートし、ツイッターが停止することとなった。 |
8 | তবে এটা শুধু নতুন বছর উদযাপনের সময়ে ঘটে, তা নয়। | 新年に限ったことではない。 |
9 | অন্য সময়েও ঘটে: | 昨年の8月にもツイッターに不具合が生じた。 |
10 | গত আগস্টে প্রতি সেকেন্ড নতুন টুইট করার রেকর্ড করে জাপানিরা। ঘটনাটি ঘটেছিল, অ্যানিমেশন চলচ্চিত্র ক্যাস্টল ইন দ্য স্কাই টেলিভিশনে পরিবেশনের সময়ে। | それは、アニメ「天空の城ラピュタ」のテレビ放送中、特定の瞬間(訳注:物語のクライマックスで、主人公が滅びの呪文「バルス」と言った瞬間)に一斉ツイートが行われたためだ。 |
11 | প্রতি সেকেন্ডে টুইট করার আগের রেকর্ড-ও জাপানিদের দখলে। | その時、秒間ツイート数の世界新記録を、日本人が打ち立てた。 |
12 | সেটা ঘটেছিল পুরুষ এবং নারীদের বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে। আর এ কারণেই টুইটারের আর্কিটেকচার নতুন করে ডিজাইন করা হয়েছে। | 以前、日本のツイッターユーザーは、男子、女子サッカーワールドカップの試合中にも、秒間ツイート数で新記録 を更新したことがある。 |
13 | এজন্য টুইটারের জাপানি ব্যবহারকারীদের ধন্যবাদ প্রাপ্য। | 結果的に、Twitter社は、日本のツイッターユーザーにより、全く新しいシステムを考え出さざるを得なくなった。 |
14 | কমস্কোর-এর ২০১৩ সালের জাপানের ডিজিটাল ফিউচার ইন ফোকাস রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের মে মাস পর্যন্ত জাপানের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৩০ শতাংশ টুইটার ব্যবহার করেন। | comScoreの2013 Japan Digital Future in Focus reportの報告によると、2013年5月の時点で、インターネット利用者のうちツイッターを利用しているのは、アメリカがわずか26%なのに比べ、日本は約30%である。 |
15 | অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন। | Twitter社の解決策についてもっと知りたい方は、Wiredを読んでみよう。 |
16 | ওয়্যারড ম্যাগাজিনে টুইটারের আর্কিটেকচার পরিবর্তনের বিষয়ে জানতে আরো পড়ুন এখানে। | 校正:Sayuri Ishiwata |