# | ben | jpn |
---|
1 | আরব বিশ্ব: “সুদানের জন্য কান্না বন্ধ করুন” | アラブ諸国:「スーダンについて嘆くのは止めよ」 |
2 | আজ (৯ জানুয়ারী, ২০১০) সুদানে, দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য এক গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার উপর আরব টুইটার জগৎ নজর রেখেছে। | 1月9日の独立をめぐる住民投票に伴い、スーダンはアラブのツイッター界の関心の的となっていた。 |
3 | সৌদি আরব থেকে প্যালেস্টাইন, সব জায়গায় আরব টুইপস বা টুইটারকারীরা সুদানের একতা, বিভক্তি এবং সম্পদ নিয়ে আলোচনা করেছে। | サウジアラビアからパレスチナに至るアラブのツイッター利用者達が、スーダンの団結と分割、資源について議論を交わしたのである。 |
4 | এই গণভোট সুদানের কেন্দ্রীয় সরকার এবং সুদান পিপলস লিবারেশন আর্মি/মুভমেন্ট নামক দলের মধ্যে ২০০৫ সালে করা নেইভাসা নামক চুক্তির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। | 2005年のハルツーム中央政府とスーダン人民解放運動(SPLA/M)との間で結ばれたナイバシャ協約の一環であるこの住民投票は、南部スーダンの独立の是非を問うている。 |
5 | এর ফলে দক্ষিণ সুদান হয়ত সুদান থেকে আলাদা হয়ে যাবে। | サウジアラビアのオマール・アラッテの疑問は次のようなものである: |
6 | সৌদি আরব থেকে ওমার আলাতাস প্রশ্ন করছেন: | スーダンの住民投票の結果って、いつわかるの? |
7 | সুদানের এই গণভোটের ফলাফল কখন প্রকাশ করা হবে? | 彼の結論はこうである: |
8 | এবং এরপর তিনি উপসংহার টেনেছেন: | 本日をもって、スーダンではなくアルジェリアがアラブで最も大きな国になった、と。 |
9 | আজ সুদানের বদলে আলজেরিয়া সবচেয়ে বড় আরব রাষ্ট্রে পরিণত হবে। | 同じくサウジアラビア出身のベイダー・アウジャンは、将来に関して前向きだ: |
10 | বদর আউজান, যিনিও সৌদি আরবের এক নাগরিক, তিনি সুদানের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী: | ドイツは分裂の後、統一されたし、香港も分離した後、中国に返還された。 |
11 | বিভক্তির পরও আবার দুই জার্মানি এক হয়েছে, বিচ্ছিন্ন হয়ে যাবার পর আবার হংকং চীনের সাথে যুক্ত হয়েছে; এবং আমি আশা করি, একদিন সুদান আবারো এক হবে। | だから、私はスーダンも一つに戻ることを望んでいるよ。 |
12 | আমি আশা করি যে, এই বিভক্তি উন্নয়নের এক শক্তিশালী প্রেরণা হয়ে উঠবে। | 今回の分割が、発展に対する強い動機付けとして働くことも。 |
13 | তিনি আরো যোগ করেছেন: | 彼はさらにこう付け加えている: |
14 | জার্মানি নামক রাষ্ট্র, দুটি অংশে বিভক্ত হয়ে যাবার পর, আবার শান্তিপূর্ণভাবে এক হয়ে যাবার এক বড় উদাহরণ। | ドイツは、分割された国がいつの日か平和裏に一つに統合されるという素晴らしい例だ。 |
15 | #সুদান ব্যতিক্রম কোন কিছু নয়! | #スーダンだって、例外ではないよ! |
16 | এবং সৌদি আরব থেকে টুইট করা মোহামেদ ওসমান তার পাঠকদের কাছে আবেদন জানাচ্ছে: | 同様にサウジアラビアからツイートを送っているモハメド・オスマンは、自身の読者たちに向けて次のように主張している: |
17 | প্রিয় আরব ভাইয়েরা, দয়া করে কান্না এবং সুদান বিষয় ভাবনা তৈরি করা বন্ধ করুন। | 親愛なるアラブの兄弟たちよ、お願いだからスーダンに関して嘆いたり、大騒ぎしたりするのは止めてくれないか。 |
18 | ২৬ বছর ধরে সে দেশে গৃহযুদ্ধ চলেছে, আর সে সময় আপনারা সবাই চুপচাপ ছিলেন। | 26年の戦争の間、みんなは口を噤んでいただろう。 |
19 | এখন দয়া করে আপনাদের সেই নিরবতা বজায় রাখুন। | その沈黙を、今も保ってくれよ。 |
20 | ফিলিস্তিনি নাগরিক বাহা আলকাইয়ালি সুদানের একতার জন্য দোয়া করছেন: | パレスチナのバハー・アルカヤリは統一スーダンのために祈る: |
21 | সুদানের একতার জন্য… একতা বজায় থাকুক। | スーダンの統一を・・・統一だよ |
22 | এদিকে জর্ডান থেকে আলি দাহমাশ, সুদানের সমৃদ্ধ সম্পদের দিকে নির্দেশ করছে: | さらに、ヨルダン出身のアリ・ダーマッシュは、スーダンの豊富な資源に関して、次のように指摘している: |
23 | আপনারা কি জানেন সুদানের তেল ক্ষেত্রগুলোর ৭০ শতাংশ দক্ষিণ সুদানে অবস্থিত। | スーダンの石油製造所の70%は南部に位置しているということをご存知だろうか。 |
24 | জন কেরি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদেরা কেন এই বিভাজনকে সমর্থন করছে তাতে বিস্ময়ের কিছু নেই! | ジョン・ケリーやアメリカの政治家達が分割を支持するのは当たり前、というわけだ。 |
25 | আবার সৌদি আরবে আবার ফিরে আসা যাক, বান্দার বিন নাইফ বিস্মিত: | サウジアラビアに戻り、サカター・ビン・ナイフが不思議に思っていることは: |
26 | সুদানের গণভোট এবং এই সংক্রান্ত বিষয়াবলির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ স্যাটেলাইট ছাড়া হয়েছে। | スーダンの住民投票と発展を監視するために、衛星が特別に打ち上げられた。 |
27 | এটা কি সুদানের প্রতি ভালোবাসার জন্য, নাকি বিচ্ছিন্ন হয়ে যাবার বিষয়টিকে আর্শীবাদ করার জন্য করা হয়েছে। | これは、スーダンへの愛によるものなのか、それとも分割への賛意として為されたものなのか。 |