# | ben | jpn |
---|
1 | হেডলাইনের বাইরে ইয়েমেন সম্পর্কে কতটা জানেন? ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণের একটি দেশ। | イエメン、ニュースの向こう側 |
2 | এর রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাস। | [特に断りがない限り、リンク先は英語です] |
3 | এখানকার মানুষজন বন্ধুবত্সল আর অতিথিপরায়ণ। কিন্তু সেগুলো খবরে না এসে প্রায় দেশটি পশ্চিমা মিডিয়ায় নেতিবাচকভাবে উঠে আসে। | イエメンはアラビア半島の南部に位置し、豊かな文化、伝統、歴史を誇る。 |
4 | ইয়েমেনে নানা ধর্ম, মতের, ভাষার ২৪ মিলিয়ন মানুষ বসবাস করে “যা আল কায়েদা অথবা আরব উপদ্বীপের আল কায়েদা, যুদ্ধ, দারিদ্র্য, মাদক, উপজাতীয় দ্বন্দ্ব অথবা ওসামা বিন লাদেনের পিতৃভুমির কাছে ম্লান হয়ে গেছে… ইয়েমেন আল কায়েদার সংবাদে ঢেকে গেছে।” - লিখেছেন ব্লগার আতিয়াফ আলীওয়াজির (@womanfromyemen) তার “ইয়েমেনের আখ্যানে মিডিয়ার খুঁত” পোস্টে: | |
5 | আজকাল ইয়েমেনের ওপর সাংবাদিকতায় সত্যের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। | イエメンの人々はとても親切で、もてなしの心を持った人たちだ。 |
6 | এগুলো মানুষদেরকে উত্সাহ জোগায় না। | しかし、そのことがニュースになることはない。 |
7 | এখনকার ব্যাপারস্যাপারই হলো রোমাঞ্চকর কাহিনি লেখা। কতোবার যে এ বিষয়ে লেখা হয়েছে, তার ইয়াত্তা নেই। | 欧米メディアでは、イエメンの負の面が強調され、歪曲されて報道されることが多い。 |
8 | তবে তাতে কি, এটাই যে পাবলিক খায়। তবে ইয়েমেনের একদল কর্মী ইয়েমেনিদের চোখ দিয়ে ইয়েমেনকে সারাবিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছেন। | 多様なバックグラウンドを持つ国民2400万人が暮らすこの国が、「アルカイダ…戦争、貧困、カート(訳注)、部族主義、あるいはウサーマ・ビン・ラーディンの先祖の地ということばかりが言われるようになった。」 |
9 | এইসব সংবাদ আর সহিংসতার বাইরেও যে ইয়েমেনের সমৃদ্ধ কালচার, অনন্য স্থাপত্য, দিগন্ত বিস্তৃত মাঠ, প্রাণবন্ত প্রকৃতি রয়েছে, তারা বিশ্ববাসীকে সেগুলো দেখাতে সচেষ্ট হয়েছেন। | こう嘆くのは、「イエメンに対するメディアの偏った切り口」という記事を書いたブロガーAtiaf Alwazir (@womanfromyemen)だ。 |
10 | ইয়েমেনের চমত্কার স্থাপত্যের একটি প্যানোরামিক ভিউ। | (訳注: 麻薬の一種。 |
11 | ছবি তুলেছেন মোহাম্মদ আলনাহদি। | 飲酒が禁じられているイエメンでは嗜好品として欠かせない) |
12 | ইয়েমেনকে জানা: অনেকেই হয়তো জানেন না ইয়েমেন বিশ্বের সবচে' প্রাচীন সভ্যতাগুলোর একটি। | 今日のジャーナリズムはイエメンについて、もはや正しい事実を把握したり、人々に自立した思考を促したりすることに関心はなく、いかにセンセーショナルな記事が書けるかに終始している。 |
13 | খ্রিস্টপূর্ব প্রথম মিলেনিয়ামের ইতিহাসে এর উল্লেখ রয়েছে। | 過去すでに何度語られた話であろうと関係ない。 |
14 | এ সময়ে এর পরিচিতি ছিল অ্যারাবিয়ান ফেলিক্স বলে। | なぜなら、その方が売れるからだ。 |
15 | এর মানে হলো সুখী আরব। | しかし、現状を変えようと試みているイエメン人もいる。 |
16 | এমনকি ইয়েমেন চারটি ঐতিহ্যময় স্থান বা হেরিটেজ সাইট রয়েছে। | 彼らは、映画、写真、ブログ、ソーシャルメディアを活用することで、イエメンが誇る豊かな芸術、特徴ある建築、そして息をのむような風景を世界中の人々に見てほしいと考えている。 |
17 | প্রথমটি হলো এর প্রাচীন রাজধানী সানা। | イエメンならではの建築の遠景-写真家Mohammed Alnahdi撮影。 |
18 | এটি বিশ্বের সবচে' প্রাচীন বসতিগুলোর একটি। | イエメンを知ろう |
19 | পুরোনো এই নগরিতে ১০৩টি মসজিদ, ১৪টি হাম্মাম এবং ৬,০০০ এর বেশি বহুতল ভবন রয়েছে। | イエメンは世界最古の文明発祥の地であり、その歴史は紀元前1千年紀にさかのぼる。 |
20 | এই বহুতল ভবনগুলোর অনন্য স্থাপত্য, দামী সুশোভিত কাঁচের জানালা একে দর্শনীয় করে তুলেছে। | このころのイエメンは、幸福なアラビアを意味する「アラビア・フェリックス」として一般に知られていた。 |
21 | (প্রাচীন সানা'র ভিডিও। | 実際、イエメンには4つの世界遺産がある。 |
22 | আপলোড করেছে ইউনেস্কো।) দ্বিতীয়টি হলো শিবাম। | まずは、古都サナア。 |
23 | এটি মরুভুমির ম্যানহাটান নামে পরিচিত। বিশ্বের সবচে' পুরোনো স্কাইস্ক্র্যাপারের নগর বলেও পরিচিত। | 世界最古の都市のひとつで、103以上のモスク、14のハンマーム(公衆浴場)、6000以上の泥レンガ造りの高層家屋があり、その建築様式は独特で、ステンドグラスの窓をはめ込んだ装飾的な外壁が見事である。 |
24 | এখানে ৫০০ এর মতো কাদা-ইটের বাড়ি রয়েছে, যেগুলো এগারো তলা পর্যন্ত উঁচু। | サナア旧市街の様子-ユネスコ提供。 |
25 | “মরুভুমির ম্যানহাটান শিবাম। | 二つ目がシバーム。「 |
26 | ছবি তুলেছেন মাইকেল ভরোবায়েভ। “ | 砂漠のマンハッタン」とも言われ、世界最古の摩天楼として、11階建ての泥レンガ造りの家500棟が立ち並ぶ。 |
27 | ইয়েমেনের তৃতীয় ঐতিহ্যটি হলো সোকোট্রা দ্বীপ। | 砂漠のマンハッタン、シバーム-写真家Michail Vorobyev撮影。 |
28 | এটি একটি বৃহত্তম দ্বীপপুঞ্জের অংশ। | 三つ目はソコトラ島。 |
29 | এর রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং উদ্ভিদ ও প্রাণিকুল। | ソコトラ群島最大の島であり、多様な生物が生息し、島独特の動植物相を構成している。 |
30 | ইউনেস্কোর তথ্যমতে, “সোকোট্রা দ্বীপের ৩৭% এলাকায় ৮২৫ প্রজাতির উদ্ভিদ, ৯০% এলাকায় নানা প্রজাতির সরীসৃপ, ৯৫% এলাকা জুড়ে রয়েজে নানা প্রজাতির শামুক, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।” | ユネスコによると、「ソコトラ島に生息する植物825種の37%、は虫類の90%、陸生巻き貝の95%は、世界的に見てもソコトラ島にしか生息していない。」 |
31 | নিচের ভিডিওতে এক নজরে দ্বীপটি দেখে নিন। | ソコトラ島をひと巡り-ToYemen投稿のYouTube動画。 |
32 | ইউটিউবে ভিডিওটি আপলোড করেছেন টুইয়েমেন: | 最後に挙げるのは、狭い路地と焼成レンガ造りの建物が特徴の、美しい海岸の町ザビード。 |
33 | আর সর্বশেষটি হলো ছবির মতো উপকূলীয় শহর জাবিদ। | メディア描写の向こう側 |
34 | এর সংকীর্ণ গলিপথ আর পোড়া ইটের ভবন, সত্যি অনন্য। | イエメンに対するメディアの偏狭さに対抗するため、オンラインでさまざまな取り組みが行われている。 |
35 | মিডিয়ার বর্ণনাকে ছাপিয়ে | この20分の短い影像作品は、ブリティッシュ・カウンシル主催のズーム短編映画コンペティション2010のために制作され、同コンペティションがYouTubeに投稿したものである。 |
36 | ইয়েমেনের প্রতি মিডিয়ার এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন ধরনের লড়াই জারি রয়েছে। | この作品は、イエメン人のシンプルな生活を映し出すことで、メディアの歪んだ報道が作り出したイエメン人に対する誤解を正そうと試みている。 |
37 | ২০ মিনিটের এই ভিডিও সিনেমাটি বানানো হয়েছে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত জুম শর্ট ফিল্ম প্রতিযোগিতা ২০১০ উপলক্ষে। | イエメンの歴史と伝統について知ってもらうため、ロンドン在住のイエメン詩人Sana Uqba (@Sanasiino)は、イエメンを題材にした力強い詩を書き、朗読している。( |
38 | এটি ইউটিউবে আপলোড করেছে জুমকম্পিটিশন। | 動画はYemeniah Feda'aih投稿) |
39 | বিকৃত সংবাদ প্রতিবেদন বিরুদ্ধে ইয়েমেনিদের সাদামাটা জীবন দেখিয়ে ভুল সংশোধনের চেষ্টা করা হয়েছে: | 私のブログで最も人気のある記事のひとつ「イエメン: 私の美しい故郷、その姿」では、イエメンのあまり知られていない事実をいろいろ紹介している。 |
40 | ইয়েমেনের ইতিহাস এবং ঐতিহ্য জানাতে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত ইয়েমেনি কবি সানা (@Sanasiino) ইয়েমেন সম্পর্কে কবিতা লিখে তা আবৃত্তি করছেন: (ইউটিউবে ভিডিওটি আপলেঅড করেছে Yemeniah Feda'aih) আমার ব্লগে খুব জনপ্রিয় একটা পোস্ট আছে। | 例えば、イエメンは世界でも有数の高品質で高価な「ドアン産ハチミツ」 の産地であり、モカ港からは国産ブランドのコーヒーが輸出され、ヨーロッパにコーヒーを紹介した最初の国でもある。 |
41 | পোস্টটির শিরোনাম “ইয়েমেন… আমার অপরূপা জন্মভুমির কিছু অপ্রকাশিত তথ্য“। পোস্টটিতে ইয়েমেনের অনেক অজানা বিষয় তুলে আনা হয়েছে। | エジプトのカイロに住むイエメン男性Fahd Aqlan(35才)は、イエメンに対する誤解を払拭するため、「So you think you've seen Yemen?( |
42 | যেমন, বিশ্বের সবচে' ভালো এবং দামী মধু বলে পরিচিত ‘দোয়ানি মধু', এটা ইয়েমেনে পাওয়া যায়। | イエメン、知ってるつもり?)」 |
43 | আবার ইয়েমেন হলো সেই দেশ, যারা ইউরোপবাসীকে সর্বপ্রথম কফি চিনিয়েছিল। | というFacebookページを立ち上げ、ニュースで報道されないイエメンの姿を世界に発信している。 |
44 | তারা মোকা বন্দর দিয়ে ইউরোপে নিজেদের ব্র্যান্ডের কফি রপ্তানি করতো। ৩৫ বছর বয়সী ইয়েমেনি যুবক ফাহদ আকলান বর্তমানে মিশরের কায়রোতে বসবাস করেন। | ニューヨークを拠点とするイエメン人活動家のブロガーSummer Nasserは、「The People of Yemen(イエメンの人々)」というFacebookページを立ち上げた。「 |
45 | তিনি ফেসবুকে সো ইউ থিঙ্ক ইউ হ্যাভ সিন ইয়েমেন? | これはイエメンの生活を伝えるフォトプロジェクトで、投稿ごとに1枚の写真が世界中の人たちに届けられるのよ」とコメントする。 |
46 | নামে একটি পেজ চালু করেছেন। | イエメンを応援する声は他にもある。 |
47 | এই পেজের লক্ষ্য হলো পত্রিকার সংবাদের মধ্য দিয়ে ইয়েমেন সম্পর্কে যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছে, তা দূর করা। | |
48 | যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী সামার নাসের নামের ইয়েমেনি ব্লগার, অ্যাক্টিভিস্ট “পিপল অব ইয়েমেন” নামে আরেকটি ফেসবুক পেজ খুলেছেন। | |
49 | এই পেজের উদ্দেশ্য হলো, ছরি'র মধ্যে ইয়েমেনের সাধারণ মানুষের জীবনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। | イエメン拠点のジャーナリストAdam Baronは、無人爆撃機に関する特別委員会での証言で、次のように語った。 |
50 | ইয়েমেনকে তুলে ধরতে অন্যরাও কথা বলেছে। | イエメン人は基本的にどこまでも他人に親切で、惜しみなく歓迎してくれる人々だ。 |
51 | ইয়েমেনে অবস্থানরত সাংবাদিক অ্যাডাম ব্যারন তার ব্লগে বলেছেন: Others have spoken out in support of the country. Yemen-based journalist Adam Baron said in his Drones-Ad-Hoc hearing testimony: | Word Press Awardを受賞したスペイン人の写真ジャーナリストSamuel Aranda (@Samuel_Aranda_) は、外国人の視点からイエメン応援の言葉をツイッターに投稿した。 |
52 | ইয়েমেনীরা নিয়ম করেই যেন বন্ধুবৎসল ও আপন করে নেয়। | @Samuel_Aranda_イエメンにいるのは過激主義者ばかりだと思っている人たちへ。 |
53 | টুইটারে বিশ্ব প্রেস পুরস্কার বিজেতা ফটোসাংবাদিক স্যামুয়েল আরান্দা (@Samuel_Aranda_) একজন বিদেশী হিসেবে এই প্রসস্তিটুকু করেছে: | ぜひイエメンに行ってみたまえ!!!http://www.youtube.com/watch? |
54 | @স্যামুয়েল_আরান্দা: যারা ভাবেন যে ইয়েমেন শুধুই মৌলবাদের আখড়া তারা অনুগ্রহ করে দেশটিতে এসে দেখুন!! http://www.youtube.com/watch? | v=yNMsm1Fl_X8&feature=related… |
55 | v=yNMsm1Fl_X8&feature=related… | 代表的なイエメン料理 |
56 | খাবার-দাবার: ইয়েমেনে সাধারণত ঘরে তৈরি রুটি আর পাথরের বাসনকোসনে তরকারি রান্না করা হয়। | イエメン料理は、せっ器[ja](陶磁器の一種)で調理され、自家製パンとともに出されることが多い。 |
57 | এই ছবি'র খাবারগুলোই দেখুন। | この写真の献立は、典型的な朝食または夕食。 |
58 | সকালের নাস্তা কিংবা রাতের খাবারে এই রুটি, ফাভা বিন, কলিজা থাকে। | そら豆やレバーを使った料理とパン、それにカルダモン入りのミルクティーがつく。 |
59 | আর সাথে থাকে দুধ, চা এবং এলাচ। ইয়েমেনের সকালের নাস্তা বা রাতের খাবারের চিত্র। | イエメンの典型的な朝食や夕食-写真はFacebookページ 「<>So you think you've seen Yemen? |
60 | ছবি “সো ইউ থিঙ্ক ইউ হ্যাভ সিন ইয়েমেন?” | <>(イエメン、知ってるつもり?)」 |
61 | ফেসবুক পেজের সৌজন্যে। | 提供。 |
62 | ইয়েমেনের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হলো বিন্ত এল সাহন। ইংরেজিতে অনুবাদ করলে এর মানে দাঁড়ায়- ডটার অব দ্য প্লেট বা পাত্রের কন্যা। | Bint El Sahnはとてもポピュラーかつ伝統的なイエメン料理で、直訳すると「皿の娘」と意味。 |
63 | আগুনে সেঁকা ময়দার পিঠা স্তরীভূত করে এটা বানানো হয়। | 何層にも重ねた生地を焼き、その上から蜂蜜をかけて出す。 |
64 | আর পরিবেশনের সময় এর উপরে মধু দেয়া হয়। | デザートではなく、食事のメインディッシュとして食べる。 |
65 | ডেজার্ট হিসেবে নয়, এটা খাওয়া হয় মূল খাবার হিসেবেই। মজাদার বিন্ট এল সাহন। | イエメンでポピュラーなBint El Sahn-Hend Abdullah撮影 |
66 | ছবি হেন্দ আবদুল্লাহ। | Yemeni Kitchenはイエメン料理を紹介する素晴らしいブログだ。 |
67 | ইয়েমেনের নানা রকমের খাবার-দাবারের পরিচয় করিয়ে দেয়ার জন্য চমৎকার একটি ব্লগ রয়েছে। | このブログは、著者も述べているように、「歴史の風味を添えてイエメン料理を紹介」している。 |
68 | ব্লগটির নাম ইয়েমেনি কিচেন। | 料理のレシピをひとつひとつ説明するだけでなく、その歴史的背景にも触れている。 |
69 | লেখক ব্লগটির বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, “ইতিহাসের মোড়কে ইয়েমেনের খাবার-দাবার”। | イエメンの音楽とダンス |
70 | এখানে শুধু রন্ধনপ্রণালির বর্ণনাই থাকে না, এর পেছনের যে ইতিহাস রয়েছে তাও তুলে ধরে। সংগীত, নাচ: ইয়েমেনের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নাচের নাম হলো বারা। | イエメン北部の伝統的なダンスはBara'aと呼ばれ、イエメン独特の短刀(Janbiya)を手に持ち、素早い動きで、太鼓と笛(muzmar)の演奏に合わせて踊る。 |
71 | একটি বড়ো সাইজের ছুরি, ইয়েমেনি ভাষায় জানবায়া হাতে দ্রুত তালে এই নাচ নাচতে হয়। | 以下の動画は、若者らの踊る様子を映している。( |
72 | নাচের সময় ড্রাম এবং ইয়েমেনি বাঁশি মুজমার বাজানো হয়। | GTB313投稿によるYouTube動画) |
73 | নিচে দেখুন, তরুণ ইয়েমেনিরা এই নাচটি কীভাবে পারফর্ম করে। | 南部に行くと、Hardamoutとよばれるダンスと音楽があり、Yemen Reformが投稿した以下の動画で見ることができる。 |
74 | ইউটিউবে ভিডিও আপলোড করেছেন জিটিভি৩১৩: | イエメンのさまざまな歌とリズムを聴くには、以下のリンクをたどってみるとよい。 |
75 | আর দক্ষিণে আছে হার্দামট নাচ এবং সংগীত। | Ayoub Tarishはイエメンの有名な歌手で、作曲家でもある。 |
76 | ইউটিউবে আপনি এই নাচ-গান দেখতে পাবেন। ভিডিওটি আপলোড করেছেন ইয়েমেন রিফর্ম। | Yemen Reformは、Alharethi、 Alanessi、 Alkebsiら、イエメンの歌手のパフォーマンスやイスラム歌謡(Nasheed)のYouTube動画を提供している。 |
77 | ইয়েমেনের বিভিন্ন গান, ছড়া শুনতে নিচের লিংকগুলোতে ঢু মারতে পারেন: আইয়ুব তারিশ জনপ্রিয় ইয়েমেনি গায়ক এবং কম্পোজার। ইয়েমন রিফর্ম আপনাকে ইয়েমেনের বিভিন্ন গায়ক যেমন আলহারেথি, আলনেসি, আলকেবসিদের গানের ইউটিউবের লিংক দিয়ে থাকেন। | さらに、Asswat Yemenia(イエメンの声)では、Abu Bakr Salem Balfaqih、Ali Thahban、Mohammed Morsehd Najiらの歌を聴くことができる。 |
78 | এছাড়াও আসওয়াত ইযেমেনিয়াতে বিভিন্ন ইয়েমেনি কণ্ঠস্বর পাওয়া যাবে। | My Diwan[ar]にはイエメンソング最大のコレクションサイトがある。 |
79 | এখানে আবু বকর সালেম বালফাকিহ, আলী তাহবান এবং মুহাম্মদ মোরশেদ নাজিদের গান শোনা যাবে। | Ahmed Fathiはイエメンの傑出した音楽家であり、歌手、作曲家、ウード[ja]演奏家である。 |
80 | ইয়েমেনের সর্বসাম্প্রতিক গানের সংকলন হলো মাই দিওয়ান। আর আহমেদ ফাতহি হলেন ইয়েমেনের পরিচিত সংগীতশিল্পী এবং কম্প্রোজার। | 美術、写真、風景 次のTourYemen投稿の動画では、イエメンの美術や文化、それに息をのむほど美しい風景を見ることができる。( |
81 | শিল্প, স্থিরচিত্র ও প্রকৃতি: টুরইয়েমনের আপলোড করা ভিডিওতে ইয়েমেনের শিল্প, সংস্কৃতি এবং দিগন্তবিস্তৃত নয়নাভিরাম প্রকৃতি দেখা যাবে: | 訳注:別動画に差し替えられています) tomeriko投稿のYoutube動画でも、イエメンをパノラマ映像でめぐることができる。 |
82 | ইউটিউবে তোমেরির আপলোড করা আরেকটি ভিডিওতে ইয়েমেনের প্যানারোমিক দৃশ্য দেখা যাবে: | 写真家のAmeen Al-GhabriとAbu MalikのFacebookページを訪れると、さらに息をのむような写真の数々を観ることができる。 |
83 | তবে ইয়েমেনের হৃদয় ছুঁয়ে যাওয়া সব ছবি দেখা যাবে আমেন আল-গাবরি এবং আবু মালিকের ফেসবুক পেজে: | Ameen Al-Ghabriのレンズが捉えた、サナアの旧市街の美しいワンショット。 |
84 | আমেন আল-গাবরি'র লেন্সে পুরোনো সানা'র চমত্কার একটি দৃশ্য। | 港町アデンの写真選集-Ameen Al-Ghabri撮影。 |
85 | বন্দরনগরী এডেনের কিছু সংগৃহীত ছবি। | 断崖から見下ろすIbbの町-Abu Malik撮影。 |
86 | ছবি তুলেছেন আমেনা আল-গাবরি। পাহাড়ের চুড়া থেকে দেখা ইব সিন শহরের দৃশ্য। | 最も有名なイエメン人画家として、 Lamia Al-Kibsi、Fouad Al-Foutaih、Mazher Nizarらがいる。 |
87 | ছবি তুলেছেন আবু মালিক। | こちらとこちらのページで、彼らの作品を多数観ることができる。 |
88 | ইয়েমেনের কিছু চিত্রশিল্পী হলেন লামিয়া আল-কিবসি, ফুয়াদ আল-পুতেহ, মাজহার নিজারসহ আরো অনেকের চিত্রকর্ম দেখতে পাবেন এখানে এবং এখানে। | Fouad Al-Foutaih作の油画-本記事の著者Noon Arabiaのコレクションから。 |
89 | ফুয়াদ আল ফুতেহ'র একটি তৈলচিত্র। পোস্ট লেখক নুন অ্যারাবিয়া'র ব্যক্তিগত সংগ্রহ থেকে নেয়া হয়েছে। | 欧米メディアではなく、The Yemen TimesやLa Voix du Yemenなど、イエメン発のメディアをチェックして現地の文化や社会の話題をフォローしよう。 |