# | ben | jpn |
---|
1 | লাওসের হাতিগুলোকে রক্ষা করুন | ラオスの象を救おう |
2 | হাতি সংরক্ষণ কেন্দ্রের ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে। | [リンク先はすべて英語のページです] |
3 | এক সময় লাওসকে বলা হত লক্ষ হাতির দেশ। | 写真:象保護センターのFacebookページより |
4 | কিন্তু বেআইনিভাবে হাতি ধরা এবং গজদন্তের ব্যবসার কারণে বর্তমানে হাতির সংখ্যা অনেক কমে গেছে। | ラオスはかつて「百万頭の象の国」と呼ばれた。 |
5 | তাছাড়া লগিং এলাকায় অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিছু হাতি মারা যাচ্ছে। | しかし、現在、密猟や象牙の違法取引により、象の数が数百頭にまで減ってきている。 |
6 | বর্তমানে আনুমানিক ৩০০ থেকে ৬০০টি বন্য হাতি রয়েছে লাওসে: | また、伐採地での過重労働が原因で死んでしまうものもある。 |
7 | বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্য হাতির সংখ্যা ৩০০-৬০০টি। | 野生象の数はおよそ300~600頭であると推定されている。 |
8 | অন্যান্য দেশের মতোই লাওসের বন্য হাতিরা মানুষ কর্তৃক নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। | 野生象は小さな群れに散らばって生息しており、その数がおよそ300~600頭であると考えられている。 |
9 | এর মধ্যে বনভূমি ধ্বংস, বেআইনিভাবে হাতি শিকার, বনে বসতি স্থাপন এবং হাতি-মানুষের সংঘর্ষ অন্যতম। | 多くの国々と同様に、ラオスの野生象は人間が引き起こす問題の脅威にさらされている。 |
10 | ইতোমধ্যে লাওসে বন্দী হাতির সংখ্যা ৪২০-এ গিয়ে ঠেকেছে: দু:খজনকভাবে বন্দী হাতির সংখ্যাও কমছে। | 例えば、森林伐採、密猟、集落の拡張、そして人間と象の衝突である。 |
11 | আনুমানিক ৪২০টি বন্দী হাতি রয়েছে লাওসে। | 一方で、飼育されている象はおよそ420頭である。 |
12 | নতুন শতাব্দীতে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে, জীবনযাত্রার ব্যয় মেটাতে মাহুতরা (হাতির মালিক) হাতিদের দিয়ে সপ্তাহের সাতদিনই কাজ করাচ্ছেন। | 残念なことに、飼育されている象の数は減少している。 |
13 | লগিং শিল্পেই হাতিদের বেশি ব্যবহার করা হচ্ছে। | ラオスにはたった420頭程しか残っていないのである。 |
14 | এটা খুব কষ্টকর, বিপদজনক কাজ। পুরুষ হাতিরা এ কাজ করে খুব ক্লান্ত থাকে। | 新世紀に入って、金銭的負担は象に課せられるようになり、象使い(象の飼い主)は生計を立てるために休みなしで象を働かせている。 |
15 | এবং প্রজননে ব্যস্ত হয়ে পড়ে। | 象は大抵、とてもきつく危険な伐採業に従事させられる。 |
16 | অনেক সময় লগিং দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। | 雄の象は疲労と忙しさで繁殖活動もできず、時には伐木運搬の事故で死ぬこともある。 |
17 | আশার কথা দেশে হাতি রক্ষার উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে। | 幸いにも、国の象を保護することの必要性への意識が高まりつつある。 |
18 | হাতি সংরক্ষণ কেন্দ্র এই সচেতনতা তৈরির কাজে নেতৃত্ব দিচ্ছে: | この主張を推し進める団体のひとつに象保護センターがある。 |
19 | হাতি সংরক্ষণ কেন্দ্র হাতি পর্যটন ক্যাম্প থেকে নিজেদের আলাদা করেছে। | 象保護センターは象の繁殖、授乳、療養および病気の診断を行うという点で観光客向けの象キャンプとは異なります。 |
20 | তারা হাতির প্রজনন, স্তন্যপান করানো এবং রোগ নির্ণয়ের একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। | 1日中象乗り体験ができるパッケージツアーはありません! |
21 | এদের কাছে হাতিতে চড়ে সারাদিন ঘোরাঘুরির প্যাকেজ ট্যুর আশা করবেন না। | 同センターはラオスで最初の象病院であり、エコツアーのキャンプとしての役割も果たしている。 |
22 | এটি লাওসের প্রথম হাতি হাসপাতালের পাশাপাশি ইকোট্যুরিজম ক্যাম্প হিসেবেও কাজ করে। | また、日々の収入を象に頼っている象の飼い主や象使いたちに技術を指南し、生活扶助を行っている。 |
23 | তাছাড়া প্রতিষ্ঠানটি যেসব মাহুত প্রতিদিন হাতির আয়ের ওপর নির্ভরশীল তাদের কারিগরি এবং জীবিকা বিষয়ক সহায়তা প্রদান করে থাকে। | 象保護センターは救助された象の避難所でもある。 |
24 | বন সংরক্ষণ কেন্দ্রটি উদ্ধারকৃত হাতির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। | 彼らは小象を救助し、Noyと名付けた。 |
25 | নয় (Noy) নামে যে অল্পবয়স্ক হাতি রয়েছে, তারা সেগুলো উদ্ধার করতে সক্ষম। | 数年後、その小象はある手順を経て新しい名前を選ぶことになる。 |
26 | কয়েক বছর পরে, হাতিগুলো নতুন নাম পেয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান পশু চিকিৎসক ইমানুয়েল শেভ: | その手順について獣医師長Emmanuell Chaveが述べている。 |
27 | তিন বছর বয়সে হাতি তাদের ভবিষ্যত মাহুতের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে থাকে। | 小象が3歳になると、人間と働くべく、将来共に働く予定の象使いにより様々な合図に対しての応答を教え込まれます。 |
28 | এ সময়ে তারা মানুষের সাথে কাজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় সাড়া দেয়া শিখে নেয়। | 自然の世界から人間の世界へ出発する重要な旅路をシャーマンが計画します。 |
29 | একজন ওঝা হাতিদের বন ছেড়ে মানব বিশ্বে আসার এই গুরুত্বপূর্ণ যাত্রার আয়োজন করে। | 訓練最終日、小象に名前が書かれた3本のサトウキビを差出します。 |
30 | প্রশিক্ষণ শেষে হাতিদের তিনটি আখ দেয়া হয়, সেখানে তাদের নাম লেখা থাকে। | そして、最初に選んだサトウキビに書かれた名前が小象の名前になるのです。 |
31 | হাতি প্রথম যে আখটি নেয়, আখে লেখা নামটিই তার নাম হয়। | Britaは保護センターを訪れてみて、象の幸福を守るという同センターの役割について理解した。 |
32 | ব্রিটা কেন্দ্রটি পরিদর্শন করে হাতিদের রক্ষায় তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন: | 象が人間の予定や要求に合わせるのではなく、人間が象のリズムや要求に合わせているという意味では、象保護センターは我々が訪れることのできる数少ない場所のひとつです。 |
33 | হাতি সংরক্ষণ কেন্দ্র গুটিকয় জায়গার মধ্যে একটি যেখানে গিয়ে আপনি হাতিদের মানুষের চাহিদা মেটানোর কাজে ব্যবহৃত হতে দেখবেন না। এখানে হাতিদের তাল এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখেই মানুষের ভ্রমণসূচি তৈরি করা হয়। | 世界中には、象がひどい扱いを受け、過酷な生活(=伐木搬出)からまた別の過酷な生活(=観光目的の粗悪な扱い)へとただ移されるだけの所があまりにも多すぎます。 |
34 | এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন হাতি পছন্দ করার পালা আসে, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। | だから、象の「行き先」を選ぶとなると、私はとてもこだわってしまいます。 |
35 | সারা পৃথিবীতেই এসময়ে হাতিদের সাথে বাজে আচরণ করা হয়। জো ইবিসুজিমা কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন। | jo ebisujimaも保護センターを訪れ、象にとって背中に椅子を置かれることは苦痛であるということを知った。 |
36 | পিছনে চেয়ার বহন করা হাতির জন্য যে খুব কষ্টকর সেটা তিনি সেখানে গিয়ে শিখেছেন: আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখেছি। | 私が学んだ重要なことのひとつが、象の背中に乗せる人や荷物を運ぶための椅子(象かご)は象たちにとっては本当に良くないということです。 |
37 | সেটা হলো, মানুষ এবং মালপত্র বহন করার জন্য হাতির পিছনের দিকে যে চেয়ার ব্যবহার করা হয় তা হাতির জন্য খুব কষ্টের কারণ হয়। | これは骨の形によるものです……鞍なしで乗ったり、首に座ったりする方が象たちにとっては快適なのです。 |
38 | হাতির হাড়ের আকৃতির কারণে এটা হয়… হাতিতে চড়ার সবচে' আরামদায়ক উপায় হলো, কোনো ধরনের জিন ছাড়াই ঘাড়ের ওপর বসা। | 校正:Tomoko Ishihara |