# | ben | jpn |
---|
1 | ইরানঃ ইন্টারনেট আমাদের জন্য উপহারসরূপ | イラン:インターネットは贈り物 |
2 | আরশাম পারসি, কানাডার টরোন্টো-ভিত্তিক ইরানিয়ান কুইয়ার অর্গানাইজেশনের (সমকামীদের প্রতিষ্ঠান) প্রতিষ্ঠাতা ও পরিচালক। | カナダのトロントに拠点を置くIranian Queer Organizationの創設者でディレクターを務めているArsham Parsi氏。 |
3 | সাইবার স্পেসে ইরানী সমকামী, তাদের চ্যালেঞ্জ ও প্রকল্পের খবরাখবর নিয়ে তিনি আমাদের সাথে কথা বলেছেন। | 彼にサイバースペースでのイラン人同性愛者の存在、彼らの挑戦とプロジェクトについて話を聞いた。 |
4 | ইরানী ব্লগোস্ফিয়ারে সমকামী ব্লগের উপস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? | イランでは同性愛は禁止されており、投獄または死刑で罰せられる。 |
5 | সেখানে কি অনেক ব্লগার তাদের সমকামীতা নিয়ে কথা বলে? | イランのブロゴスフィアにおける同性愛ブログの存在をどの様に評価しますか。 |
6 | হ্যা, আমাদের প্রচুর ইরানী এলজিবিটিআইকিউ (লেসবিয়ান/গে/বাইসেস্কুয়াল/ট্রান্সজেন্ডার/ইন্টারসেক্সড/কোয়েশ্চেনিং) ব্লগার রয়েছে। | 同性愛について書いているブロガーはたくさんいるのでしょうか。 |
7 | বিভিন্ন নিকে আবার কখনও ছদ্মনামে লিখে থাকে। | はい、たくさんのイラン人LGBTIQブロガーがいます。 |
8 | এটা তাদের নিরাপত্তার জন্য সহায়ক। | 彼らのほとんどがイラン国内に住んでいます。 |
9 | তবে সরকার আইপি এড্রেস তল্লাশী করে তাদের খুঁজে বের করে। | 彼らは安全のためにニックネームを使い匿名でブログを書いていますが、たまに政府がIPアドレスから探し当てることがあります。 |
10 | এত কিছুর পরেও তারা বহাল তবিয়তে আছে, এবং বেশ সক্রিয়ও। | それでもLGBTブロガーは存在しますし、とても活発です。 |
11 | ইরানী সমকামীতা বিষয়ে কাজ করার জন্য আপনি ইন্টারনেট, ব্লগ ও ভিডিও ফিল্ম কিভাবে ব্যবহার করেন? | イランの同性愛について語るために、ブログやビデオなども含め、どのようにインターネットを活用しているのですか。 |
12 | ইন্টারনেট হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। | インターネットは私たちにとって最も重要なコミュニケーション手段のひとつです。 |
13 | এটা ছাড়া সংস্থার অনেক কাজই করা যেত না। | インターネットなしには、この団体は多くのことができなくなります。 |
14 | ইরানে আমাদের কোন প্রতিনিধি নেই যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত থাকি বলে। | 安全のためにイランには代表を置いていません。 |
15 | নতুন সমস্যা তৈরী করতে চাই না। | 問題を作りたくないのです。 |
16 | তাদের ওয়েবলগ পর্যবেক্ষণ করি কেবল - ওগুলোই অন্যতম সম্পদ। | 私たちは彼らのブログを把握し、これが情報資源のひとつとなります。 |
17 | ইন্টারনেট আমাদের জন্য উপহার স্বরূপ। | 私たちにとってインターネットは贈り物なのです。 |
18 | আপনার ওয়েবসাইট/ব্লগ সন্বন্ধে ইরানীদের প্রতিক্রিয়া কি? | 団体のウェブサイトやブログへのイラン人からはどの様な反応がありますか。 |
19 | সমকামী বা সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করে এবং যারা সমকামীতাকে পাপ অথবা অনৈতিক কাজ হিসেবে দেখে তাদের মধ্যে কি কোন সংলাপ হয় সেখানে? | 同性愛者や同性愛者の権利を擁護する人たちと、同姓愛を「罪」や「非道徳的行為」をみなす人たちとの間に対話はありますか。 |
20 | বিভিন্নমুখী প্রতিক্রিয়া দেখি। | 反応はいろいろです。 |
21 | ঘৃণাসূচক আবার কখনও সমর্থনসূচকও মেসেজ পেয়ে থাকি। | たくさんの嫌がらせのメッセージが来ますし、たくさんの支援メッセージも来ます。 |
22 | ইরানিয়ান কুইয়ার ব্লগে, অন্যান্য মানুষের সাথে সংলাপ চলে, এবং কখনও ব্লগাররা এই বিষয়ু নিয়ে কথা বলেন। | イランのクィアブログでは、他の人たちとの対話があり、ブロガーたちがこの問題を提議することもあります。 |
23 | তবে সাধারণভাবে বিগত কয়েক বছরে মানুষজনের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তিত হয়েছে। | でも全体的に、ここ数年で人々の考え方は変わってきています。 イランの同性愛者が意見を交換したりコメントを書いたりするオンラインフォーラムはありますか。 |
24 | এমন কি কোন অনলাইন ফোরাম আছে যেখানে ইরানী সমকামীরা তাদের চিন্তাভাবনা তুলে ধরতে বা মন্তব্য উপস্থাপন করতে পারে? | 「Cheraq」という、マガジンがあります。 |
25 | চেরাক নামে আমাদের একটা ম্যাগাজিন আছে। | それからイランの同性愛者のためのフォーラムもあります。 |
26 | এছাড়া ইরানী সমকামীদের নিয়ে আমাদের একটা ফোরামও আছে। | これは数か月前に立ち上げられました。 |
27 | মাত্র কয়েক মাস আগে শুরু হল। | でもブログの方が普及しています。 |
28 | তবে ওয়েবলগ হচ্ছে সবচেয়ে বেশী দৃশ্যমান। | イランの同性愛者が置かれている状況をどう見ていますか。 |
29 | ইরানে সমকামীদের অবস্থা আপনি কেমন বিবেচনা করেন? | 彼らは自己表現をするためにサイバースペースを利用しているのでしょうか。 |
30 | সাইবারস্পেসকে কি তারা নিজেদের প্রকাশ করার জায়গা হিসেবে বেছে নিয়েছে? | 先ほども言ったとおり、多くのことが変化しています。 |
31 | আমি আগেই বলেছি, অনেক পরিবর্তন হয়েছে। | 数年前は私たちの権利について話す人などいませんでしたが、今では何千という数のウェブページを見つけることができます。 |
32 | কয়েক বছর আগে কেউ আমাদের অধিকার নিয়ে কথা বলত না, কিন্তু এখন আপনি হাজারো পেইজ দেখবেন অনলাইনে। | 彼らによれば、自由に実際の関係を持つことができなくても、彼らは存在し、活発であろうとしています。 |
33 | তাদের বক্তব্য অনুযায়ী বোঝা যায়, স্বাধীনভাবে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করতে পরে না, কিন্তু তারা আছে এবং সক্রিয় থাকার চেষ্টা করছে। | 現在では、イランのクィア問題は人権問題になってきていると思います。 |
34 | এখন মনে হয়, ইরানী বিচিত্র ইস্যুগুলো মানবাধিকারের বিষয় হয়ে গেছে। | イランのゲイとレズビアンのブログを見ると、彼らは違った種類の困難を抱えているのでしょうか。 |
35 | ইরানী গে ও লেসবিয়ান ব্লগের মধ্যে কি ভিন্নতর জটিলতা রয়েছে? | もちろん、そうです。 |
36 | হ্যা, রয়েছে। | まったく違います。 |
37 | ভিন্নতর। | 彼らの状況は違っています。 |
38 | লেসবিয়ানরা আরো অদৃশ্য, যেখানে ইরানে সাধারণ নারী অধিকারেরই অভাব রয়েছে। | レズビアンはもっと隠れた存在で、これは一般的にイランでは女性の権利が全般的に欠如していることに理由があります。 |
39 | খুব যে বেশী লেসবিয়ান ব্লগ রয়েছে, তাও নহে, যেগুলো সম্বন্ধে আমি জানি তারা কেবল তাদের অবস্থান জানান দিতে সক্রিয় থাকে। | レズビアンのブログは多くありませんし、私が知っているものではレズビアンも存在するのだということを積極的に訴えています。 |
40 | লেসবিয়ানদের জন্য আমাদের একটা অনলাইন ম্যাগাজিন আছে, হামজেনস-ই-ম্যান। | レズビアンのためのオンラインマガジン「Hamjens-e man」があります。 |
41 | ইরানী লেসবিয়ানদের জন্য এটা প্রথম কোন ম্যাগাজিন। | これは初めてのイランのレズビアンのためのマガジンです。 |
42 | এমন কি কোন প্রকল্প, মন্তব্য বা ধারণা আছে যা আমাদের সাথে শেয়ার করতে পারে? | プロジェクト、コメント、アイディアなどがあればお願いします。 |
43 | হ্যা আছে, তারা বলতে চায়, আমরা আছি, তবে বাক স্বাধীনতা রুদ্ধ অবস্থায়। | 私たちは存在していても、堂々と声を上げることができません。 |
44 | একে অপরকে সাহায্য করবো। | 私たちはお互いに支え合うべきです。 |
45 | এটা এখন আমাদের মুক্তির খাজনা। | これは私たちの自由の税です。 |