# | ben | jpn |
---|
1 | ছবি: নেটিজেনরা তুলে ধরলেন হেমন্তের আকাশের রূপ | ダッカの美しい青空、瞬く間にウェブの世界を魅了 |
2 | আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। | 空に漂う白い雲の斑紋。 |
3 | আপন মনে উড়ে চলছে পাখি। | さびしげな鳥が一羽飛んでいく。 |
4 | ছবি তুলেছেন আশরাফুল আলম। | 撮影: Ashraful Alam ダッカのベイリーロードにて。 |
5 | বেইলি রোড, ঢাকা। | 許可を得て使用。 |
6 | বাংলার ষড়ঋতুর পালাবদলে এখন হেমন্তকাল। এ সময়ে আকাশ সাজে নানা রূপে। | (訳注:原文掲載日は11月22日) ベンガル暦には6つの季節があり、それぞれ2カ月からなる。 |
7 | কখনো নীলচে সাদা, কখনোবা গায়ে সন্ধ্যার সোনারঙ মাখে। | 現在はヘモント(হেমন্ত)すなわち乾季にあたる。 |
8 | আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। | この季節は、空が紺碧 と純白から夕暮れの黄金色の陰影まで色鮮やかで、いきいきとしてくる。 |
9 | বাতাসে, রোদ্দুরে কেমন যেন একটা মিষ্টি ভাব লেগে থাকে সারাক্ষণ। | 雪のように白い雲の斑紋が空高く広がり、太陽の熱が空気を暖める。 |
10 | হেমন্তের এই অপরূপ রূপ আজকে (১৭ নভেম্বর ২০১৩) যেন একটু বেশিই ছড়িয়ে পড়েছিল ঢাকার আকাশে। | 2013年11月17日はまさにそんな光景が広がり、バングラディシュの首都ダッカ上空では目をみはるほど美しい空が地平線まで覆いかぶさっていた。 |
11 | ঢাকার হেমন্তের আকাশের এই রূপ নেটিজেনরা তুলে ধরলেন ফেসবুকে, টুইটারে। | ネチズンたちがハッシュタグ「 #Dhakasky(ダッカの空)」を使ったりしながらフェイスブックやツイッター上で美しい画像をシェアするにつれ、素晴らしい光景の話はたちまちソーシャルメディア上に広がった。 |
12 | এমনকি সংবাদপত্রও বাদ যায়নি। | ダッカの空を特集した新聞まであった。 |
13 | সবার ফেসবুকে আকাশের ছবি দেখে সাংবাদিক ও ব্লগার সিমু নাসের (@simunaser) লিখেছেন: | ブロガーでもあるジャーナリストのSimu Naser (@simunaser) はこう書いている。 |
14 | বাপরে, নিউজফিড দেখে মনে হচ্ছে আজকাল সবাই কাজ কাম ফেলে আকাশের দিকেই তাকিয়ে থাকে। | |
15 | এটা ভালো। | 何ということだ。 |
16 | - Simu Naser (@simunaser) November 17, 2013 | ニュース配信を見ていると、みんな仕事なんかすっかり放り出して空を眺めているみたいだ。 |
17 | তরঙ্গ বলেন: | これは面白い。 |
18 | আকাশ দেখে মুগ্ধ হয়েছিলাম বিকেলে, নীল সাদার সুষম কম্বিনেশন পুরো আকাশ জুড়ে। | Torongo (@ttorongo)は、こうつぶやいた。 |
19 | এখন দেখি ব্যাপারটা অনেকেই দেখছে,#ঢাকাস্কাই হ্যাশট্যাগও দেখলাম | 午後の空には驚いたよ、青と白でできた模様が地平線まで伸びていたんだ。 |
20 | - Torongo M (@ttorongo) November 17, 2013 | 今はもうみんな気付いているみたいだね。 |
21 | শফিউল আলম সেই দিনের চাঁদ নিয়েও মুগ্ধ: | もちろん、ハッシュタグ「#Dhakasky」がついたツイートの写真も見たよ。 |
22 | দিনের বেলায় জিরাম এট্টা আকাশ ছিল, এখন সিরাম এট্টা চাঁদ উঠছে। | Shafiul Alam (@shafiulnub)は、月についても賞賛した。 |
23 | - Shafiul Alam (@shafiulnub) November 17, 2013 | 日中は空が美しかったけれど、ここからは月がショーの主役だね。 |
24 | আতিফ শফি গোধুলীর ছবি টুইট করেছেন: | Atif M Safiはインスタグラム(訳注:無料の画像共有サービス)に夕焼けの写真を投稿した。 |
25 | আজকে ঢাকার আকাশকে চমৎকার লাগছে। | 美しい今日の夕焼け空。 ダッカにて。( |
26 | অন্যেরা টুইটারে আকাশের ছবি দিয়েছেন: ঢাকার দিগন্তরেখা। | インスタグラムより) #sky #sunset #cloud #skyviewers #dream_sunset #lifeisgood #godhuli |
27 | বাংলাদেশ। | ツイッターで写真を公開した人たちもいる。 |
28 | শিকারি পাখি… ঢাকার আকাশ। | ダッカ(#Dhaka)の風景。 |
29 | নিটল-নিলয় টাওয়ার থেকে। | バングラディシュ(#Bangladesh) |
30 | ফেসবুকে অনেকেই ঢাকার আকাশের ছবি আপলোড করেছেন। | 祈りの鳥…ダッカの空(#dhakasky)に。( |
31 | গ্লোবাল ভয়েসেস তাদের অনুমতি নিয়ে কিছু ছবি প্রকাশ করছে। | ニトル・ニロイタワーにて) 写真:https://t.co/2ewwpn7CvN |
32 | ঘুড়ি ওড়ানোর উপযোগী চমত্কার কুমুলোনিম্বাস মেঘ। | 沢山のフェイスブックユーザーがダッカの空(#Dhakasky)の写真をアップロードしていたので、グローバル・ボイスでは許可を得た上で何枚か再掲載する。 |
33 | ছবি তুলেছেন তন্ময় কৈরী। | 素敵ないわし雲、たこ揚げ日和。 |
34 | ধানমন্ডি, ঢাকা। আকাশের ঠিকানা! | 撮影: Tanmoy Kairy ダッカのダンモンディにて |
35 | ছবি তুলেছেন আহমেদুর রশীদ টুটুল। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। | 家から見た空 撮影: ahmedur Rashid Tutul |
36 | ছবি তুলেছেন সুরঞ্জনা হক। | 空に白い雲の小舟を浮かべたのは誰? |
37 | গোধূলী রং লেগেছে আকাশের গায়ে। | 撮影: Suronjona Haque |
38 | ছবি তুলেছেন হাসান আহমেদ খান। মিরপুর, ঢাকা। | 暮れゆく空の色 撮影: Hasan Ahmed Khan ダッカのミルプールにて。 |
39 | নানা রঙে সেজেছে আকাশ আজ! ছবি তুলেছেন মঞ্জু আহমেদ। | 色づく空 撮影: Manju Ahmed ダッカのモハンマドプールにて |
40 | মোহাম্মদপুর, ঢাকা। | YouTubeで、Abhie Zibranが公開した空の映像 |
41 | ইউটিউবে অভি জিবরান আকাশের একটি ভিডিও তুলে দিয়েছেন: | 校正:Koichi Higuchi |