# | ben | jpn |
---|
1 | আস্তাকুড়ে লাগা আগুনের ধোঁয়ায় জিম্মি হয়ে পড়েছে ত্রিনিদাদের রাজধানী | トリニダード・トバゴ:首都を人質にとり続ける埋め立てガス |
2 | ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী শহরে কাজ করা অধিবাসী, দর্শনার্থী এবং জনগণকে চতুর্থ দিনের মতো ঘন, কালো ও অশুভ ধোঁয়া সহ্য করতে হয়েছে। এই কালো ধোঁয়া নগরীকে আবৃত করে রেখেছে। | トリニダード・ドバゴの首都の住民や観光客、現地で働く人々は、四日間連続して街を包んだ濃く黒い、不吉な煙に耐えなくてはならなかった。 |
3 | স্পেনের ধোঁয়ায় আপনাকে স্বাগতম! ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী! | トリニダード・ドバゴの首都、スペインの煤煙へようこそ! |
4 | সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইন্টারনেটবাসীদের মাঝে শুধু এই পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। | この状況はソーシャルメディアで大きく取り扱われ、ネット市民は当局の明らかに遅い対応に我慢ならなかった。 |
5 | আপাতদৃষ্টিতে কর্তৃপক্ষের ধীর প্রতিক্রিয়ার কারণে ইন্টারনেটবাসী খুব দ্রুত তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছেনঃ সত্যিকার অর্থে আমি মনে করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে (যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে) বেথাম আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছে। | 正直言ってBeetham埋立地の(意図的かもしれない)出火は、テロかひどい不始末みたいなものだと思うよ。 |
6 | ১. সন্ত্রাস ও ২. চরম অব্যবস্থাপনার জন্য এ সংকটের উৎপত্তি। | Beethamを通るのが怖くなった。 |
7 | এই কয়েক দিন যাবৎ আমি বেথামের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছি। | ここ数日は警察もいるけど、彼らはエアコンの効いた車の中だ。 |
8 | সেখানে আমি পুলিশ থাকতে দেখেছি। তবে তারা তাদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে ছিল। | 濃い煙による、健康への潜在的なリスクを気にする人もいた。 |
9 | এই ঘন ধোঁয়ার কারণে অন্যান্যরা সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বেশী উদ্বিগ্নঃ | Beethamの埋め立てによる毒ガスが市民を病気にさせてから、病院は厳戒態勢をとらされている。 |
10 | বেথাম আস্তাকুড় থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ায় নাগরিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে হাসপাতালগুলোকে আরও বেশী সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। | 保健省:Beetham埋立地からの煙は、健康に害を及ぼす可能性がある。 |
11 | স্বাস্থ্য মন্ত্রনালয়ঃ বেথাম আস্তাকুড়ের আগুন থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে………কোন উপায় নেই!!!! | …そんな!!! |
12 | আপনি সত্যি ভাবছেন! হে আমার সৃষ্টিকর্তা! -_- | 嘘でしょ! |
13 | বেথামের এই ধোঁয়া সবাইকে মেরে ফেলতে যাচ্ছে। | Beethamの煙によって皆殺しだ。 |
14 | সবাইকে এই আবহাওয়াতেও কাজ করতে হচ্ছে। | なんてこった。 |
15 | মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে একমত হয়েছে। | こんな環境で働かなきゃいけないのか。 |
16 | সারা রাজধানী শহর জুড়ে থাকা বিদ্যালয়গুলো বন্ধ রাখা সম্পর্কে তারা তাদের মন্তব্য প্রকাশ করেছে। | 多くの中高生たちはこの問題を話題に挙げ、首都全体の学校閉鎖についてコメントした。 |
17 | অপরিকল্পিত এই ছুটি পেয়ে কেউ কেউ বেশ খুশীঃ | 思いがけない休日に喜んだものもいた。 |
18 | আরেকটি দিন বিদ্যালয় ছুটি পাওয়ার জন্য বেথামের জনগণকে ধন্যবাদ। | Beethamのみなさんのおかげで学校に行かなくてすみます。 |
19 | বেথাম গ্রামবাসীকে আরও একবার ধন্যবাদ জানাই। এখন স্কুল ছুটি। | ありがとう。 |
20 | ✌️ | Beethamの住人にもう一度感謝を。 |
21 | অন্যরা এতে খুশী হতে পারেনিঃ বেথামের সমস্যার সমাধান প্রয়োজন। | 学校が休みだよ! |
22 | কোন রকম শ্বাসকষ্টে না ভুগে আমি আমার পরীক্ষা শেষ করতে পারলে খুশী হব। | 不満をもつものもいた。 |
23 | লোকেরা বাড়ি যেতে পেরে বেশ খুশী। | Beethamはやめるべきだ。 |
24 | তবে বেথামে যা ঘটছে, তাতে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় হতে যাচ্ছে। | 喘息にならずに試験に受かりたいよ。 |
25 | সরকারী কর্মকর্তারাও এই ইস্যুটিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করেছেন। | 家に帰れるやつらは嬉しいかもしれないけど、Beethamで起きていることは深刻な健康被害だ。 |
26 | আইন মন্ত্রী প্রকাশ রামাধার টুইট করেছেনঃ | 官僚もソーシャルメディアを用いてこの問題を知らせた。 |
27 | বেথাম এবং তৎসংশ্লিষ্ট চ্যালেঞ্জ সমুহ প্রধান অগ্রগণ্য বিষয় হিসেবে আজ ক্যাবিনেটে উপস্থাপিত হবে। | 法務局のPrakash Ramadharはこのようにツイートした。 |
28 | ইতোমধ্যেই সবকিছু ছাড়িয়ে এই ইস্যুটিকে ক্যাবিনেটে তুলে ধরা হয়েছে। | 本日の閣議ではBeetham埋立地とその課題について、すでに取り組んでいるものよりも最優先事項として扱われます。 |
29 | পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা অতঃপর পোস্ট করেছেনঃ | 一方で、環境管理局の官僚はこのような投稿をした。 |
30 | আইসিওয়াইএমআই! | 念のためにお伝えします。 |
31 | বেথাম আস্তাকুড়ে আগুন প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু মূল্যায়ন করতে ইএমএ গতকাল সকালে এসডব্লিউএমসিওএলের সাথে সাক্ষাৎ করেছে। একটি যৌথ ইস্যুতে… | 先日の朝、環境管理局はSWMCOL(訳注:廃棄物処理業の株式会社)と面会し、Beetham埋立地の問題について評価を下し、共同宣言を発しました。 |
32 | কর্তৃপক্ষের চূড়ান্ত পদক্ষেপ কি হবে তা এখনো দেখা বাকি রয়ে গেছে । | 当局によりどのような決定的行動がとられるかが、今後の課題である。 |
33 | পরিস্থিতির কতোটা উন্নতি হচ্ছে তা জানতে টুইটারে #বেথাম হ্যাশট্যাগটি ব্যবহার করে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। | ツイッターのハッシュタグ#Beethamを使って、この状況がどのように発展していくか監視することが可能だ。 |
34 | মার্ক ফ্রাংকো অনুমতিক্রমে এই ছোট ছবিটি পোস্ট করেছেন। | 校正:Mari Watanabe |