# | ben | jpn |
---|
1 | সপ্তাহব্যাপী ছুটিতে জাপানে কী ঘটে? গোল্ডেন উইকে জাপানের ওসাকা স্টেশনের চিত্র। | ゴールデンウィーク:ツイートに見る悲喜こもごも |
2 | ছবি তুলেছেন ক্রিস গ্লাডিস। | ゴールデンウィーク中のJR大阪駅。 |
3 | সিসি ২. ০ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহার করা হয়েছে (০৪/০৫/২০০৭)। | 2007年5月4日クリス・グラディス氏撮影。 |
4 | গোল্ডেন উইকের টানা ছুটি শেষে জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। | CC 2.0 |
5 | আবার সেই পুরোনো একঘেয়েমি কর্মযজ্ঞে যোগ দিতে হবে ভেবে কেউ কেউ দু:খিত। | (当記事の原文掲載日は2015年5月8日です) |
6 | ছুটিতে বাড়ি ঘুরে আসতে পেরে কেউ খুব খুশি। | 今、日本人は複雑な心境だ。 |
7 | কেউ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে খুশি। | 日本で「ゴールデンウィーク」と呼ばれる大型連休が終わりを迎えているからだ。 |
8 | গোল্ডেন উইক হলো জাপানের একটানা ছুটির সপ্তাহ, যা এপ্রিলের শেষে শুরু হয়ে মে'র প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। | 仕事に戻ることで悲しくなっている人もいれば、一方でゴールデンウィーク中には家にいた家族が出て行って生活が通常運転に戻るであろうことで幸せになる人もいる。 |
9 | এ সময়ে বেশিরভাগ জাপানিজ কাজ থেকে এক সপ্তাহের ছুটি পায়। | ゴールデンウィークというのは、日本で4月の終わりから5月の頭にかけての休日が集まっている時期のことだ。 |
10 | ২০১৫ সালে গোল্ডেন উইক শুরু হয়েছে এপ্রিলের ২৯ তারিখ থেকে। | 多くの日本人が、約1週間の休みを取る。 |
11 | এ সময়ে জাপানের সবাই একযোগে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। | 2015年のゴールデンウィークは4月29日から始まった。 |
12 | তাই গোল্ডেন উইক শুরু এবং শেষে রাস্তায়, ট্রেনে এবং বিমানবন্দরে মানুষের বিপুল চাপ পড়ে। | 日本では、大多数の人々が同時期に休暇を取るのが普通なため、ゴールデンウィークの始まりと終わりは道路や電車、空港が多くの人で大変混雑する。「 |
13 | গোল্ডেন উইকের শেষ দিকটা “ইউ-টার্ন” ভিড় নামে পরিচিত। | Uターン」ラッシュとして知られる、ゴールデンウィークの終わりに数百万の人々が帰路につく様子は、ニュースでもよく取り上げられる話題だ。 |
14 | নীড়ে ফেরা মানুষের ভিড়-ভাট্টা'র গল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়: | ゴールデンウィークは、一般に1年でもっとも長い連休だ。 |
15 | [ক্যাপশন] গোল্ডেন উইকের শেষ দিন: বাড়ি ফেরা মানুষের কারণে বিমানবন্দর ও রেল স্টেশনে “ইউ-টার্ন” ভিড়ের সৃষ্টি হয়েছে। | 1月の初めのお正月休みや、8月中旬にある祖先の霊を供養する行事のお盆休みなど、親戚が集まるような連休はある。 |
16 | জাপানিরা বছরে সবচে' বড় ছুটি পায় গোল্ডেন উইকে। এ সময়টা তারা নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করে থাকে। | しかし、ゴールデンウィークはそのような連休とは異なり、自分の好きなように楽しむことができるのである。 |
17 | অন্যান্য বড় ছুটির মধ্যে রয়েছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, মধ্য আগস্টে ও-বন উৎসব। | もともとゴールデンウィークは、都会生活者が田舎に帰って小さな農家の田植えの手伝いができるようにと、戦後考案されたものだ。 |
18 | সেসময়েও তারা পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে উদযাপন করে। | 現在でも実のところ、日本の田舎では小規模な水田が広がる光景の方がまだ圧倒的に多い。 |
19 | গোল্ডেন উইক পালন জাপানের খুব পুরোনো প্রথা নয়। | GWは鳥取の実家で田植えでした。 |
20 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি চালু হয়। | 疲れた~。( |
21 | সে সময়ে শহরের অধিবাসীদের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক খামারগুলোতে ধান উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য এ ছুটি দেয়া হতো। | ^o^;) pic.twitter.com/CnG61RwxJG |
22 | আজকের দিনেও এই ছোট ছোট খামারগুলো জাপানের গ্রামীণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে: | - まっさん (@kmasuda4) May 5, 2015 |
23 | এবারের গোল্ডেন উইকে ধান বুনতে আমি বাড়ি যাবো। | しかしほとんどの日本人にとって、ゴールデンウィークとは少なくとも1週間は仕事から離れられるということだ。 |
24 | আমার সবকিছু গোছানো শেষ… | 世界共通で言えることだが、日本人もこのような大型連休の後仕事に戻るのをとても心配している。 |
25 | যদিও অনেক জাপানিজের কাছে গোল্ডেন উইক হলো কমপক্ষে এক সপ্তাহ কাজে না যাওয়া। আবার কারো কারো মতে, লম্বা ছুটি থেকে কাজে ফিরতে জাপানিরা অস্বস্তি বোধ করেন: | G W 終 了 pic.twitter.com/qzf5civJIa - 全日本もう帰りたい協会 (@mou_kaeru) May 6, 2015 |
26 | গোল্ডেন উইক শেষ। | もちろん、典型的な問題は受信ボックスにあふれるメールの山だ。 |
27 | খুব স্বাভাবিকভাবেই গোল্ডেন উইকের ছুটিতে ইনবক্স হাজারো মেইলে ভরে যায়: | 受信メール1158通をみてGW終了を実感。 |
28 | বাস্তবতা হলো গোল্ডেন উইক শেষে আমি যখন কাজে ফিরলাম, তখন দেখলাম আমার ইনবক্সে ১,১৫৮টি না-পড়া মেইল পড়ে আছে। | - だるく@中身は抜け殻星野さん。 |
29 | অনেকে অবশ্য রুটিন জীবনে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন: | (@dalk99) May 7, 2015 |
30 | অবশেষে গোল্ডেন উইকের ছুটি শেষ হয়েছে। আমার স্বামী অফিসে ফিরে গেছে। | 一方で、快適な日常生活の繰り返しに戻れることに安堵(あんど)している人たちもいる。 |
31 | আর বাচ্চারা স্কুলে গেছে। | GWがやっと終わった。 |
32 | এবার আমি শান্তিমতো বাথরুমে যেতে পারবো। | 夫は仕事に行きこどは幼稚園に行き、やっとこれでゆっくりトイレに入れる… |
33 | কাজ থেকে লম্বা সময় দূরে থাকার কারণে কারো কারো মধ্যে উদ্বিগ্নতাও তৈরি হতে পারে: | - 佐々宝砂 (@pakiene) May 7, 2015 |
34 | অবশেষে গোল্ডেন উইক বিদায় নিয়েছে। | 仕事から離れて自由な時間をたっぷり満喫できることが、皮肉にもストレスの種になり得るようだ。 |
35 | আমার স্বামী ৯ দিনের ছুটির কিছু সময় কাজে লাগাতে পেরেছিল। | やっとGW終わったなー。 |
36 | এর বাইরে ছুটির পুরোটা সময় সে এক আকস্মিক বিহ্বলতার মধ্যে ছিল। | 今日明日と有給とって9連休にした夫氏は、未だ夢の中である。 |
37 | কী ধরনের আচরণ? | ええなあ。 |
38 | ছুটির শুরুর দিকে সে বলতে লাগলো, “কী মজা, ৯ দিন অফিসে যেতে হবে না!” কিন্তু যখনি ছুটির অর্ধেক সময় পেরিয়ে গেল, তার উদ্বিগ্নতা বেড়ে গেল: আর মাত্র ৩ দিন আছে… ছুটি শেষ হতে আর মাত্র ২ দিন বাকি…।“ | 9連休もするとね、最初は「9日も休みがある~♪」だけど半ばを過ぎると「あと3日…」「あと2日…」とカウントダウンするのが切ないらしい。 |
39 | যাই হোক, আমি আমার পার্ট-টাইম চাকরির জন্য তৈরি হচ্ছি। | さて、バイト行く準備しよ。 |
40 | আমরা সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। | 夫以外は平常運転。 |
41 | তবে বাড়ির গৃহিনীদের কাছে গোল্ডেন উইক মানেই হলো আরো বেশি কাজ: | - はるか (@pinoco8216) May 6, 2015 |
42 | গোল্ডেন উইকের ছুটি শেষ হয়ে গেছে। | 主婦にとっては、実はゴールデンウィークは普段よりも仕事が多いかもしれない。 |
43 | ছুটির শুরুতেই আমার স্বামী জ্বর বাঁধিয়ে বসলো। | にしても、やっとGWが終わった。 |
44 | এবং ছুটির অর্ধেকটা তার বিছানাতেই কাটলো। | 旦那は、GW入って38度過ぎる高熱出して後半はずっと寝てたし。。 |
45 | তাকে সেবা-যত্ন করতে আমার পুরোটা সময় গেল। | 私は看病&娘の世話でてんてこ舞い。 |
46 | স্বামীর পাশাপাশি মেয়েকেও দেখেশুনে রাখতে হয়েছে। | 普通の平日よりずっと疲れた(ー ー;)はぁ。 |
47 | অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এই ছুটির সময়েও আমি অনেক বেশি ক্লান্ত। | 私も高熱で4日くらい寝ていたいわ…無理やけど。 |
48 | ইশ্! আমারও যদি জ্বর হতো, তাহলে ৪ দিন ঘুমিয়ে কাটাতে পারতাম। | - りんご (@xiangzhi27) May 7, 2015 |
49 | কিন্তু এটা সিলেবাসের বাইরে। | 全員がゴールデンウィークの終了を喜んでいるわけではない。 |
50 | গোল্ডেন উইক শেষ হওয়ায় সবাই যে খুশি তা কিন্তু নয়। | 本日GW最終日は妻の誕生日でもあり夕食は本人希望の焼肉屋へ。 |
51 | আজকে আমরা গোল্ডেন উইকের শেষ দিন পালন করলাম বউয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে। | 昨日もBBQでがっつり食べたばかりのはずなのに相変わらずな肉食妻☆ pic.twitter.com/MrAsE5JWIj |
52 | তার পছন্দের কোরিয়ান বারবিকিউয়ের রেস্টুরেন্টে গেলাম। | - WholeMind (@wholemind_jp) May 6, 2015 |
53 | যদিও গতকাল আমরা পেট ভর্তি করে বারবিকিউ খেয়েছিলাম। | すでに9月にある次の大型連休、「シルバーウィーク」を待ちわびている人たちもいる。 |
54 | এটা আমার লক্ষ্মী বউয়ের জন্য। ☆ | GWは終わったけど! |
55 | এরপরের বড় ছুটির জন্য সবার অপেক্ষা শুরু হয়েছে। | 大丈夫だ! |
56 | তেমন একটা বড় ছুটি আছে সেপ্টেম্বরে- “সিলভার উইকে”। | 俺達にはまだシルバーウィークがある!! pic.twitter.com/kAcWeIfgum |
57 | গোল্ডেন উইক শেষ হয়েছে তো কী হয়েছে। চিন্তার কিছু নেই। | - mami (@mami_seh) May 6, 2015 |
58 | সামনেই সিলভার উইক আছে! | 校正:Takako Nose |