# | ben | jpn |
---|
1 | মার্কিন যুক্তরাস্ট্র: আমি ট্রেভন মার্টিন | アメリカ:「私もトレイボン・マーティンだ」 |
2 | গত ২৬শে ফেব্রুয়ারি, ২০১২ তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্যানফোর্ডের একজন “পাড়ার প্রহরা স্বেচ্ছাসেবক” জর্জ জিমারম্যান ১৭-বছর বয়েসী ট্রেভন মার্টিনকে একটি দোকান থেকে কেবলই ক্যান্ডি কিনে নিয়ে বের হওয়ার সময় গুলি করে হত্যা করেন। | アメリカ、フロリダ州サンフォード市で「自警団」を務めるジョージ・ジマーマンは2012年2月26日、17歳のトレイボン・マーティンがキャンディーを買って店を出てきたところを銃で撃って殺害した。 ジョージ・ジマーマンは、トレイボンの胸を撃ったと警察に供述している。 |
3 | গত শুক্রবারে প্রকাশিত ৯১১ (আপৎকালীন ফোনবার্তা) টেলিফোন আলাপের রেকর্ডিং অনুসারে জর্জ জিমারম্যান পুলিশকে একটি দোকান থেকে বের হয়ে আসা একজন “সন্দেহজনক ব্যক্তি”, ১৭-বছর বয়েসী কৃষ্ণাঙ্গ যুবক ট্রেভন মার্টিন সম্পর্কে জানান। | 先週金曜日の夜公開された 911番の通話記録によると ジョージ・ジマーマンは警察に「不審者」がいると通報した. その「不審者」はトレイボン・マーティンという17歳の黒人青年で、店から出てくるところであった。 |
4 | ৯১১-অপারেটর বলেন জিমারম্যানকে যুবকটিকে কিছু না করতেবলা হয়। | 911のオペレーターはジョージ・ジマ ーマンに。 |
5 | ঘটনায় আমেরিকান নাগরিক এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়া স্যানফোর্ড শহরে এখনো এটা সংবাদের শিরোনাম হচ্ছে। | 後を追わないように言った、と供述した。 「私もトレイボン・マーティンだ」トレイボン・マーティンの行進での子供たち。 |
6 | মামলাটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইউনিট এখনো জর্জ জিমারম্যানের - যার কর্মটিকে অনেকেই বর্ণবাদী (জাতিগত) অপরাধ বিবেচনা করছে তার - বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে সমর্থ হয়নি। | Flickr上の写真 ギルバート。 キング・エリサ撮影 |
7 | ‘আমি ট্রেভন মার্টিন'- ট্রেভন মার্টিন মিছিলে শিশুরা, গিলবার্ট কিং এলিসার পাঠানো ছবি, ফ্লিকার লাইসেন্স-সিসি-বাই | この事件に関し、アメリカ国民とネットユーザーたちの怒りは拡大し続け、殺人が起こったサンフォード市ではいまだに紙面のトップを飾っている。 |
8 | গ্যারেথ ব্রায়ান্ট তার ব্লগে মন্তব্য করেছেন: | この事件を担当する警察署は依然としてジョージ・ジマーマンに対する正式な起訴を求めることができない状況だ。 |
9 | কেন কালোরা সব সময় বিপন্ন-প্রজাতির তালিকা্য় থাকে? | しかし、多くの人が彼が犯したことを人種差別的な犯罪と見なしている。 |
10 | এটা আমার ভবিতব্যের মতো, যারা এই মাত্রিকতায় চিরটা কাল শিকারে পরিণত। | Gareth Bryant は自身のブログでこう述べている。 |
11 | জেআরসিএম. | どうしていつも黒人は絶滅危惧種リストに載っているんだ? |
12 | টি লিখেছেন: | この現実では僕らは永遠に餌食だ。 |
13 | নিখুঁত জোড়: “একটি আগ্নেয়াস্ত্র আর একজন কৃষ্ণাঙ্গ” - সেরা বর্ণবাদ!!! | まるでこれが僕の運命みたいじゃないか。 |
14 | এবং বিবাদীকে “আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নাগরিক অধিকার”-এর যুক্তি দিতে শোনা যাচ্ছে। | jrcm. t はこう書いている. |
15 | সামাজিক নেটওয়ার্ক প্রতিক্রিয়া জানিয়েছে এই সূত্র দিয়ে: সাদা মানুষ; স্প্যানিশ মানুষ; কালো মানুষ | 「銃と黒人」は最高の組み合わせだ。 |
16 | এক্ষেত্রে বর্ণবাদী ভাবার্থটি সুস্পষ্ট এবং নিশ্চিত। | 人種差別の本領発揮!!! |
17 | ট্রেভন মার্টিন হত্যাকাণ্ডের চারপাশের “বাস্তবতা ও পরিস্থিতি” খুঁজতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই একটি তদন্ত চালু করলেও ইন্টারনেট সম্প্রদায় ন্যায় বিচার লাভের জন্যে যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ অব্যহত রেখেছে। | そして弁護人は「自己防衛のために銃を使うのは市民の権利だ」と訴えたと言われている。 ソーシャルネットワークは次のような数式を用いて反応している。 |
18 | বেশি প্রাসঙ্গিক মন্তব্যের মধ্যে রয়েছে: | 白人>ヒスパニック>黒人 |
19 | ‘ভালবাসার স্মৃতিতে। | この事件で人種的な意味合いがあるのは明らかである。 |
20 | ট্রেভন মার্টিন ১৯৯৫_২০১২' ফ্লিকারে গ্রীণডুলা, লাইসেন্স-সিসি-লাইসেন্স-বাই-এনডি | トレイボン・マーティンの殺害に関する「事実と状況」に対し、司法省とFBIが 捜査を開始したが 、ネット社会では政府に対し正しい判断を下すよう圧力をかけ続けている。 |
21 | দি হাফিংটন পোস্টের মন্তব্য অংশে (যেখানে প্রকাশিত হওয়ার পর থেকে এই নিবন্ধটি হাজার হাজার মন্তব্য পেয়েছে) টেরিক্রুজ লিখেছেন: | 更に関連するコメントの中から紹介する. 「大切な思い出 トレイボン・マーティン 1995-2012」Flickr上のgreendoulaによる写真 licence |
22 | আপনি ৯১১-কলগুলোতে পেছন থেকে ছেলেটির বাঁচার জন্যে চিৎকার শুনতে পাবেন। | Tericruzはハフィントン・ポスト(訳注:アメリカのリベラル系インターネット新聞)のコメント欄にこう書いた。( |
23 | আমি কেঁদেছি কারণ আমি যা করতে পারি এই অবস্থায় আমি আমার ছেলেকে কল্পনা করে এবং এটা জেনে যে সে মারা যাচ্ছে অথচ তাকে সাহায্য করার কেউ নেই। | 記事が公開されてから何千件ものコメントが寄せられた) |
24 | ঈশ্বর তার আত্মার এবং তার পরিবারের উপর শান্তি বর্ষণ করুন। | 911通報の背後で少年が助けを求めて叫ぶ声が聞こえる。 |
25 | ক্লডিয়াল যোগ করেছেন: | 私は泣いた。 |
26 | ফ্লোরিডার আইনটি মনে হচ্ছে স্বাক্ষী বিহীন করে দিয়ে হত্যা করতে ইচ্ছুক কাউকে প্রশ্রয় দেয়। | 自分の息子がトレイボンと同じ状況、つまり「自分はもうすぐ死ぬ」しかし「助けてくれる人は誰もいない」と悟るところを想像することしかできなかったからだ。 |
27 | ফ্লোরিডায় বাস করলে আমি খুব ভয় পেতাম। | 彼の魂と家族に神のお恵みがありますように. |
28 | এই দেশে আগ্নেয়াস্ত্র আইনটি একেবারে উল্টোমুখী। | Claudialはこう付け加えている。 |
29 | মিস্টারস্কর্পিও একটি বিষয় তৈরী করেছেন ডেমোক্রেসিআন্ডারগ্রাউন্ড. | フロリダの法律によれば、目撃者さえいなければ殺人を犯したい人を擁護しているようだ。 |
30 | কম [ইংরেজী]-এ এবং ঠিক তখন থেকেই ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটটিতে যুক্তরাষ্ট্রের সাদা মানুষের করা অত্যাচারে তাদের প্রতিক্রিয়া, (এগুলোর) ব্যক্তিগত স্বাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন স্মৃতির বন্যা বইয়ে দিচ্ছেন। | フロリダに住むことを考えるとぞっとする。 |
31 | চেঞ্জ. | この国の銃規制は全く本末転倒だ。 |
32 | অর্গ-এ ন্যায়বিচার নিশ্চিত করার জন্যে যুক্তরাস্ট্রের এটর্নি জেনারেল এবং অন্যান্যদের প্রতি একটি পিটিশনে [ইংরেজী] দশ লক্ষেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। | MrScorpioは、DemocraticUnderground.com [en]にスレッドを立てた. |
33 | মামলাটি সম্পর্কে টুইটারে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। | 以降このサイトはネット利用者からの感想、アメリカで白人から受けた理不尽な仕打ちの記憶、個人的な証言であふれかえった。 |
34 | ফ্লোরিডায় বিভিন্ন মিছিলের ছবিগুলো পাওয়া যাচ্ছে হ্যাশট্যাগ #ট্রেভন অনুসরণ করে। | Change.orgでは100万人以上の人々が司法長官などに対して 署名した。 |
35 | @ব্ল্যাকভয়েসেস: | それは正義が果たされることを確実にするためだ。 |
36 | সিটিহলে শত শত বাসিন্দা এবং অ্যাক্টিভিস্ট ট্রেভন মার্টিন ঘটনায় [জর্জ জিমারম্যান]-কে গ্রেপ্তারের আহবান জানাচ্ছে: #ট্রেভন | ツイッターはこの事件に関するツイートでいっぱいだ。 ハッシュタグ #Trayvonで検索すれば、フロリダでのデモの写真を見ることができる。 |
37 | @যসানেবুয়েনো জাতিগত সমস্যাটি উল্লেখ করেছেন: | @Black Voices:はこうつぶやく。 |
38 | @মুথানোজ ট্রেভন যদি সাদা ছেলে এবং জিমারম্যান যদি কালোমানুষ হতো, আমার সন্দেহ তাহলে এতো কিছু বলা হত কিনা? | 市役所では何百人もの住人や活動家がトレイボン・マーティン事件における(ジョージ・ジマーマンの)逮捕を求めた。 |
39 | #সত্যকাহিনী | #trayvon |
40 | @ওমরশাকিরজো বিশ্ব সম্প্রদায়কে ট্রেভনের স্মৃতিতে এক হতে বলেছেন: | @YsanneBueno は人種問題の話を持ち出した。 |
41 | যারা কনিকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন, দয়া করে সবাই ট্রেভন মামলায় আপনাদের অসন্তুষ্টি প্রকাশ করুন। | @OmariShakirXo は国際社会に向けトレイボンを追悼し、結束しようと求めた。 |
42 | সত্যিই আমার মনে হচ্ছে না আমি খুব বেশি কিছু চাচ্ছি… | 2005年にフロリダで施行された「自衛」法に多くの人が反対し抗議している。 |
43 | @কারেন হান্টার টুইট করেছেন: | その法は自衛圏を住宅地からほとんどの公共区域にまで広げている。 |
44 | কেউ আমাকে দয়া করে ব্যাখ্যা করতে পারেন এই “স্ট্যান্ড ইওর গ্রাউন্ড” আইনটি কেন আছে? @টুরে যোগ করেছেন: | そのような法律によって、外で危険な場面に遭遇した際「退く」ことが必要だというイギリスの法律のような考え方が無くなってしまう。 |
45 | “স্ট্যান্ড ইওর গ্রাউন্ড” আইনটির মানে এই নয় যে “আপনি একজন তরুণ কৃষ্ণাঙ্গ যুবক কর্তৃক হুমকি অনুভব করলে আপনার [অধিকার আছে] শটগান দিয়ে সাড়া দেয়ার”। | このような状態の現在、銃装備したアメリカ人は危機に面した際、退く必要はないのだ。 |
46 | নিউ ইয়র্ক টাইমস-এ চার্লস এম. ব্লো উপসংহার টেনেছেন: | @Karen Hunterはこうつぶやいている。 |
47 | ট্রেভনের হত্যাকাণ্ডের তদন্তগুলোর ফলাফল পেতে আমারা অপেক্ষা করতে বাধ্য হলেও এটা পরিষ্কার যে এটা একটা বিয়োগান্তক কাহিনী। | どうして「自衛」なるものが存在しているのかだれか説明していただけませんか? |
48 | ঘটনাটিতে কোনো ধরনের অন্যায় স্বীকৃত না হলে সেটা হবে আরো বড় বিয়োগান্তক কাহিনী। | @Touréはこう付け加えている。 |