# | ben | jpn |
---|
1 | ক্যাম্বোডিয়ায় মানবাধিকার মানচিত্র | カンボジアの人権問題を伝えるオンラインマップ |
2 | ক্যাম্বোডিয়ার মানবাধিকার কর্মীরা, সারা দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নথিপত্র তৈরী, পর্যবেক্ষণ এবং সেগুলো তুলে ধরার জন্য অনলাইন মানচিত্র তৈরী করছে। | カンボジアの人権擁護者たちは、オンラインマップを用いて、カンボジアの人権侵害の記録、監視、掲示を行っている。 |
3 | সিথি অথবা ক্যাম্বোডিয়ার মানবাধিকার পোর্টাল ( ক্যাম্বোডিয়া হিউম্যান রাইটস পোর্টাল) একটি সাংঘর্ষিক মানচিত্র তৈরী করেছে, যা ক্যাম্বোডিয়ার অধিকার হরণের বিষয়ে এক সামগ্রিক মূল্যায়ন প্রদান করছে। | カンボジア人権ポータルサイトSithiでは、Violation Mapというカンボジアにおける人権侵害の範囲を示す地図を掲載している。 以下にあるViolation Mapはカンボジアで起きている様々な人権侵害を表している。 |
4 | নীচের মানচিত্র ভিন্ন ভিন্ন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিষয়টি প্রদর্শন করছে। | まずこのセクションに入ると、最新の人権侵害の記録がSithi上に赤いアイコンでViolaition Mapに示される。 |
5 | এই মানচিত্রের প্রথম পাতায় যখন আপনি প্রবেশ করবেন, তখন তা সিথিতে রেকর্ড করা সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রদর্শন করবে, যা কিনা লাল প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়েছে। | サイト閲覧者は、人権や被害者、推定加害者、ケースステータス、場所、日付によって人権侵害の項目を検索できる。 |
6 | মানবাধিকার লঙ্ঘন বিভাগে গিয়ে, এর শিকার, অভিযুক্ত অপরাধী, মামলার অবস্থা, স্থান এবং তারিখ দিয়ে অনুসন্ধান করা যায়। | SithiのViolation Map |
7 | সিথির সাংঘর্ষিক মানচিত্র | ここ何年かのうちに土地をめぐる対立が増加しており、その多くは何十万人もの居住者を退去させた開発プロジェクトに関係している。 |
8 | বিগত বছরগুলোতে ক্যাম্বোডিয়ায় ভুমি নিয়ে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে, যার অনেকগুলো উন্নয়ন প্রকল্পের সাথে সম্পর্কিত, যে সমস্ত প্রকল্পের কারণে হাজার হাজার নাগরিক নিজের ভুমি থেকে বাস্তুচ্যুত হয়েছে। | 我々の調査によると、2007年以来ここ四年間で、公有地において223もの対立が報道されている。( |
9 | আমাদের গবেষণা অনুসারে, ২০০৭ সাল থেকে পাবলিক ডোমেইনে আসা সংবাদে, গত চার বছরে ভুমি নিয়ে সমস্যা সংক্রান্ত ২২৩টি ঘটনার সংবাদ প্রদান করা হয়েছে… আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে, যে প্রদেশটিতে ভুমি নিয়ে যে সর্বোচ্চ সংখ্যা জটিলতা রয়েছে, সেটি হচ্ছে নমপেন, যার মোট ভুমির ১০ শতাংশের ক্ষেত্রে এই ধরনের জটিলতা রয়েছে, যা নিয়ে দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহরে সংঘর্ষ চলছে। | 中略)我々の調査から明らかになったのは、最も対立の多い地区はプノンペンであり、対立の数全体の10%が、カンボジアの都市および首都であるプノンペンを含む地区で発生している。 |
10 | ক্যাম্বিডিয়ার ভুমি নিয়ে জটিলতা | カンボジアの対立 |
11 | ক্যাম্বোডিয়ান ডেইলি উইকএন্ড, ক্যাম্বোডিয়ার ভুমি সংক্রান্ত ছাড় নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছে যে, যে ছাড় কিনা এক প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে। | The Cambodian Daily Weekendは、問題視されているカンボジアの土地使用権について記事を出している。 |
12 | ৩,৯৩৬,৪৮১ হেক্টর জমি খনি এবং অর্থনৈতিক সুবিধায় প্রাপ্ত ভূমি ছাড়ের আওতায় অনুদান প্রদান করা হয়েছে,যা কিনা দেশটির মোট ভুমির ২২ শতাংশ। | 393万6481ヘクタールの土地が鉱業および経済利用権を認められた土地とされており、カンボジアの土地の面積の22%を占めている。 190万311ヘクタールの土地に対して企業の鉱業権が認められた。 |
13 | ১,৯০০০,৩১১ হেক্টর জমি, খনি কোম্পানিকে, মূল্যবান ধাতু, যেমন স্বর্ণ, লোহার আকরিক, কপার এবং বক্সাইট অনুসন্ধানের জন্য প্রদান করা হয়েছে। | これらの企業は、金、鉄鉱石、銅、ボーキサイトなどの希少鉱物を調査している。 |
14 | ২,০৩৬, ১৭০ হেক্টর জমি, রাবার, চিনি, এবং কাসাভার মত শস্য উৎপাদনে জন্য কৃষি-খামার গড়ার কাজে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, যা দেশটির মোট চাষযোগ্য জমির ৫৩ শতাংশ। | 203万6170ヘクタールの土地が、ゴム、砂糖、キャッサバといった穀物を作る農業プランテーションの使用権を認められた土地とされており、カンボジアの耕作地の53%に匹敵する。 |
15 | ৩,৪৬,০০০ হেক্টর ছাড় প্রাপ্ত জমি, পরিবেশ মন্ত্রণালয়ে অধীনে সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত। | 34万6000ヘクタールの土地が環境省が統括している保護地域内に位置する。 |
16 | মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যে ১০ শতাংশ জমি রয়েছে, উক্ত জমি তার মধ্যে পড়েছে। | このエリアは環境省が管理している保護地域の約10%を占める。 |
17 | ২০০৩ সাল থেকে ভুমি সংক্রান্ত জটিলতায় ১২টি প্রদেশের ৪০০,০০০ নাগরিক আক্রান্ত হয়েছে, লিকাডোর মতে, উক্ত এলাকা সমূহে ভুমি ছাড় দেবার পরে ভুমি সংক্রান্ত এই সব জটিলতার বেশীর ভাগ ঘটনা ঘটে। | またLicadhoによると、40万人もの人々が、自分たちの住む地域の土地利用権が認められたのちの2003年以来、12の地区での土地をめぐる対立の影響を受けている。 |
18 | ক্যাম্বোডিয়ার যে সমস্ত এলাকায় সাংবাদিকদের খুন করা হয়েছে, নিচে তার একটি মানচিত্র প্রদান করা হল। | 以下の地図はカンボジアでジャーナリストが殺害された場所を示す。 |
19 | ক্যাম্বোডিয়ার প্রচার মাধ্যম কর্মীদের খুন করা হয়েছে যে সব স্থানে তার এক মানচিত্র | カンボジアでのメディア殺し |
20 | ইতোমধ্যে গ্লোবাল ভয়েসেস, মানবাধিকার দল লিকাডো-এর তৈরীকারা মানচিত্র প্রকাশ করেছে। | Global Voicesでは、人権団体でもあるLicadhoの収容所マッピングをすでに取り上げている。 |
21 | নীচে এই দলের মত প্রকাশের স্বাধীনতার মানচিত্রটি তুলে ধরা হল। | 以下の地図はLicadhoの表現の自由マッピングである。 |
22 | মত প্রকাশের স্বাধীনতার মানচিত্র | 表現の自由マッピング |
23 | অন্যান্য মানচিত্র | その他の地図 |
24 | সংসদ সদস্যদের একটি মানচিত্র, অনলাইন সহজলভ্য। | 国会議員のとあるオンライン地図も現在利用可能となっている。 |
25 | গতমাসে নমপেনে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার নির্ধারিত সময়ের তালিকার এক মানচিত্র জনসম্মুখে প্রকাশ করা হয়। | 先月(2012年2月)、プノンペンでの計画停電についての地図も公表された。 |
26 | এ ছাড়াও, নমপেনের রাস্তার রেস্তোরাঁ, জনসেবা সংস্থা, দোকান, এবং হোটেলের মানচিত্র উদ্বোধন করা হয়েছে, যাতে অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন সম্পর্কিত অন্যান্য বিষয় সমূহ চিহ্নিত করা যায়। | また、プノンペンの道路やレストラン、官公庁、商店、ホテルの地図もある。 カンボジアのインフラ開発やその他の開発問題を追うために、あるサイトが立ち上げられた。 |
27 | ইতোমধ্যে, মানচিত্র গবেষকরা জাতীয় আর্কাইভ-এর আরোপিত উচ্চমূল্যে-এর বিরুদ্ধে অভিযোগ করেছে। | 一方、地図調査員たちは国立公文書館の要求するコスト削減に対し反論している。 |