Sentence alignment for gv-ben-20100805-12164.xml (html) - gv-jpn-20100817-2197.xml (html)

#benjpn
1মালয়েশিয়া: বিদেশী বিনিয়োগ হ্রাসマレーシア:海外直接投資が激減
2২০১০ সালের জাতিসংঘের বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত রিপোর্টে মালয়েশিয়ার অর্থনীতি সম্পর্কে সে দেশের নাগরিকের বিশদ জানার সুযোগ হয়েছে: ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদেশী বিনিয়োগ প্রায় ৮১% হ্রাস পেয়েছে (২০০৮ সালে ৭.
3৩২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০০৯ সালে ১.最近発表された国連貿易開発会議の2010年度世界投資報告書により、マレーシアの国民に自国の経済状況が明らかにされた。
4৩৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে)। সংবাদ পোর্টাল মালয়েশিয়াকিনি এই ব্যাপারটিকে সহজভাবে প্রকাশ করেছে:マレーシアへの海外直接投資(FDI)総額は、2008~2009年にかけて、73億ドルから14億ドルへと、81パーセント減少した。
5News portal Malaysiakini explained it in simpler terms:マレーシアキニはより簡潔な言葉で説明する:
6২০০৯ সালে বিদেশী বিনিয়োগের পরিমাণ ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত গড় বিনিয়োগের হারের অর্ধেকেরও কম।2009年度の対内直接投資は、長期間かかった1997年の経済危機からの回復を含めた1995~2005年までの期間における年平均FDI流入の半分すら満たさなかった。
7উল্লেখ্য ওই সময়টা ১৯৯৭ সালের অর্থনৈতিক মন্দা থেকে উত্তোরণের সময় ছিল। ডেমোক্রাটিক অ্যাকশন পার্টির নেতা টনি পুয়া তার ব্লগে বুঝিয়েছেন যে এই পরিসংখ্যান এর মানে কি:野党のDAPに所属するトニー・プア議員は、自らのブログで今年度の国連報告書に含まれる統計は何を意味するかについて書き綴った:
8১) ইতিহাসে এই প্রথমবার মালয়েশিয়া ফিলিপাইন্স থেকে কম বিনিয়োগ পেয়েছে।1. 史上初めて、マレーシアへの投資はフィリピンよりも少なかった。
9২) ২০০৮ সালের সাথে তুলনা করলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী বিনিয়োগ হ্রাস হয়েছে মালয়েশিয়ায়।2. 東南アジアにおいて前年比、マレーシアはどの国よりも大きなFDI減少を経験した。
10৩) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই একমাত্র রাষ্ট্র যেখানে মোট ঋণাত্মক বিদেশী বিনিয়োগ দেখা গেছে।3. 東南アジア諸国のうち、負の海外直接投資流入を示したのはマレーシアだけだ。
11৪) এই প্রথম বহির্গামী বিনিয়োগের সমষ্টির চেয়ে অন্তর্গামী বিনিয়োগের সমষ্টি কম হয়েছে।4. 史上初めて、累積対外直接投資総額がその対内総額を上回った。
12৫) ২০০১ সালের কথা বাদ দিয়ে (যখন বিনিয়োগ ছিল মাত্র ০. ৫৫ বিলিয়ন মার্কিন ডলার), গত বিশ বছরে এই প্রথম আমরা ২ বিলয়ন মার্কিন ডলারের চেয়ে কম বিদেশী বিনিয়োগ পেয়েছে।5. 2001年にFDI総額が5.5億ドルしかなかったという「むら」を除けば、ここ20年に渡り、一年間のFDIが20億ドルを満たさなかったのは、今回が初めてだ。
13মালয়েশিয়াকিনির রেজিনা লি এ বিষয়ে র‍্যাম হোল্ডিং গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ইয়েহ কিম লেঙ্গ এর মন্তব্য তুলে ধরেছেন:マレーシアキニのRegina Lee氏はRAMホールディングスグループのチーフエコノミストYeah Kim Leng氏のこの問題に関するコメントを引用した:
14…মালয়েশিয়া থেকে যদি এই বিনিয়োগগুলো তার প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়ে থাকে এবং তা আরও প্রযুক্তি সম্বলিত এবং উন্নতমানের বিনিয়োগে লাগান হয়ে থাকে তাহলে আমরা এই অঞ্চলে এগিয়ে থাকার অবস্থান থেকে পিছিয়ে পরব।・・・もし、マレーシアでなく隣国へと流動していったFDIが価値の高く、より技術に進められたものだとすれば、我々はこの地域の中心になる機会を逃しかねないでしょう。
15বিশেষ করে যখন আসিয়ান আঞ্চলিক অর্থনৈতিক সহায়তার উপর জোর দিচ্ছে।アセアンが各加盟国間の経済協力を考慮しているので、その可能性が更に高い。
16বিদেশী বিনিয়োগ হ্রাসের এই ধারা অব্যাহত থাকলে আমরা আমাদের বিনিয়োগকে সমৃদ্ধ করতে পারব না এবং ছিটকে বেড়িয়ে যেতে হবে প্রতিযোগিতা থেকে।対内直接投資の欠如は、既存の投資を向上できなくなり、そして所詮、経済的な中身を失って「くぼんでしまう」可能性があることを意味する。
17এটি শিল্পোন্নয়নকে বাধাগ্রস্ত করবে।また、非工業化にも繋がり得る。
18সংক্ষেপে বলতে গেলে মালয়েশিয়া তার দক্ষ ও অদক্ষ শ্রমিক হারাবে।短期においては、マレーシアは未熟労働者もまた練熟労働者を他国に奪われるのかもしれない。
19মাঝারি থেকে দীর্ঘমেয়াদে আমাদের উন্নত বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সহায়তা নিতে হবে আমাদের পড়শিদের সাথে প্রতিযোগিতায় আমাদের এগিয়ে থাকা অবস্থানে ফেরত আনতে।中長期においては、諸隣国を追い越すために、価値の高めた、技術に関わる投資を進めなければならない。
20মালয়েশিয়া হয়ত মাঝারি-আয় সম্বলিত দেশে পরিণত হবে।マレーシアは中間所得の落とし穴に陥り得る。
21তবে, মালয়েশিয়ার সংবাদ এজেন্সি বেরনামা রিপোর্ট করেছে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় (মিটি) একটি বাণী প্রকাশ করেছে যে “২০১০ সালের প্রথম তিন মাসে বিনিয়োগ ২০০৯ সালের বিনিয়োগের সমান।”ところが、マレーシアのベルナマ通信は、国際貿易産業省が「2010年度第一四半期のFDI総額は既に2009年の年間総額に近づいてきた」と発表する声明を出したと伝えた。
22মন্ত্রী দাতুক সেরি মুস্তাফা মোহামেদ এই রিপোর্টে বলেছেন:同省のDatuk Seri Mustapa Mohamed大臣はその報告書でこう述べた:
23জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বিদেশী বিনিয়োগ ৫.2009年総額は56.6憶リンギットであったのに対して、2010年1月~3月にかけて、FDI流入総額は50.6憶リンギットに上った。
24০৬ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতে দাঁড়িয়েছে, যেখানে সমগ্র ২০০৯ সালে বিনিয়োগ ৫. ৬৬ বিলিয়ন মালয়োশিয়ান রিঙ্গিত ছিল।一方、ザ・スター新聞の取材に対して、CIMBグループホールディングスの最高経営責任者Datuk Seri Nazir Razak氏は次にように語った:
25তবে, দ্যা স্টার পত্রিকা বলেছে যে সিআইএমবি গ্রুপ হোল্ডিংসের সিইও দাতুক সেরি নাজির রাজাক বলছে:以前より純FDI流入額が小さかったことは必ずしも悪くない。
26এর মানে না যে কম বিনিয়োগ ফ্লো…আমাদের দেখা উচিৎ এই বিনিয়োগের গুণাগুণ সম্পর্কে এবং এর যুগোপযোগিতার ব্যাপারটিও খেয়াল রাখতে হবে।投資の質について考えるほか、タイミングよく投資を行うためにすべての事実を考慮に入れなければならない。
27জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর কামাল মালহোত্রা এর উপসংহার টেনেছেন এই ভাবে:マレーシアの国連現地コーディネーターKamal Malhotra氏は次のようにまとめた:
28যদিও ক্রমহ্রাসমান বিনিয়োগ এবং অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান কমে আসার ব্যাপারটি ১০ মালয়েশিয়ান অর্থনৈতিক নীতিতে বিবেচনায় আনা হয়েছে, মালয়েশিয়ার জন্যে চ্যালেঞ্জ হিসেবে থাকবে এই নীতিকে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাস্তবায়ন করা।マレーシアへの投資の減少や民間部門への参入の促進をめぐる懸念は、ネップ(New Economic Policy)や第10次マレーシア・プランに取り扱われたものの、これからの課題は、これらの資料の内容と志望を通して導入を実現させるということである。