# | ben | jpn |
---|
1 | ইরান: সিটিজেন মিডিয়ায় যৌন কেলেঙ্কারি ফাঁস | イラン:市民メディアが性的不祥事を暴露 |
2 | এ মাসের শুরুর দিকে উত্তর- পশ্চিম ইরানের জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা একটা ভিডিও রেকর্ড করে আপলোড করেছে যেখানে তাদের স্কুলের ভাইস-প্রেসিডেন্ট হাসান মাদাদিকে তার সার্টের বোতাম খোলা অবস্থায় দেখানো হয়েছে এবং একজন ছাত্রীর সাথে যৌন সম্পর্ক করার প্রস্তুতিরত অবস্থায় এই ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। | 今月初旬、北西イランにあるザンジャン大学の学生らが、女学生と性行為を行おうとしてボタンがはずれたワイシャツを着ている同校の副学長、ハッサン・マダディをビデオに撮り投稿した。 |
3 | বেশ কয়েক ইরানি ওয়েবসাইট আর ব্লগ বলেছে যে এই ছাত্রী তার বিশবিদ্যালয়ের ইসলামিক ছাত্র এসোসিয়েশনকে আগে জানিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট তার উপর চাপ প্রয়োগ করছে যৌন সম্পর্ক স্থাপনের জন্য। | いくつかのイランのウェブサイトやブログは、女学生が大学のイスラム学生協会に副学長から性行為を強要されていると報告していたと述べている。 |
4 | কিরমানশাহ বিশবিদ্যালয়সহ অন্যান্য ইরানি বিশবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর আগেও কমকর্তাদের দ্বারা যৌন নীপিড়নের অভিযোগ করেছে যার কোন ফলাফল দেখা যায় নি। | キルマンシャ大学など他のイラン系大学に通う学生もこれまでに、証拠はないが教職員によるセクシュアル・ハラスメントの申し立てを行っている。 |
5 | এই ক্ষেত্রে সিটিজেন মিডিয়ার প্রভাব পরিষ্কার দেখা গিয়েছে: ছাত্ররা তা ব্যবহার করে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেছে যার ফলে শেষে ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। | 今回の件では、市民メディアの証拠は確実で、学生たちは副学長が停職処分を受けるまで1週間、抗議運動を行っていた。 |
6 | বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে ছাত্রদের ধন্যবাদ জানিয়েছেন। | 大学の学長は謝罪をするとともに学生らに感謝の意を表した。 |
7 | এখানে ভিডিওতে দেখা যাবে একজন খুব বিভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট যে সব ছাত্র চিত্র গ্রহণ করছে তাদের হুকুম শুনছেন। | 下記の動画では、撮影している学生の命令に従う非常に困惑した副学長の様子を見ることができる。 |
8 | ১০ দিনের কম সময়ে এই ভিডিও ৬৭,০০০ বারের বেশী দেখা হয়েছে। | この動画は、10日間以内で6万7千回以上も再生された。 |
9 | ইরানি ব্লগার আসমাউন আবি লিখেছেন (ফার্সী ভাষায়): | イランのブロガー、アスモウン・アビ[Fa]は下記のように書いている。 |
10 | আমি এমন একটা দেশে বাস করি যেখানে শুধু পর্দা দেখা যায়। | 私にはヴェールしかない国に私は住んでいる。 |
11 | আমি এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে উপভোগের একটা জিনিষ হিসাবে দেখা হয়। | 私は、人を一緒に寝る相手として見るような国に住んでいる。 |
12 | আমি এমন একটা দেশে আছি যেখানের সব থেকে নিরাপদ আর সাংস্কৃতিক স্থানে মহিলাদের আক্রমন করা হয়। | 私は、最も安全で文化的な場所で女性が暴力を受けるという国に住んでいる |
13 | জাঞ্জান১৩৮৭ ব্লগ জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিল পাঠকদের তাদের বিক্ষোভের সর্বশেষ ব্যাপারগুলো ব্যাপারে জানানোর জন্য। | ザンジャン1387というブログは、ザンジャン大学の学生が読者に彼らの抗議運動を最新情報で更新するため立ち上げた。 |
14 | এই ব্লগে আমরা পড়েছি যে ১৫০০ ছাত্র একটা পিটিশন সই করেছে যেখানে তারা বিজ্ঞান মন্ত্রীর কাছে দাবি করেছে জাঞ্জান বিশবিদ্যালয়ের প্রেসিডেন্টকে অপসারন করতে। | このブログでは、科学省にザンジャン大学の学長の解雇を要求する1500人以上の学生の署名を読むことができる。 |
15 | ব্লগে বিভিন্ন বিক্ষোভের বেশ কিছু ছবি আর ভিডিও প্রকাশিত হয়েছে। | このブログは、異なる抗議運動の写真やビデオも紹介している。 |
16 | সানো দাবি করেছে (ফার্সী ভাষায়) যে ভাইস প্রেসিডেন্ট মেয়েটার উপর চাপ দিয়েছিল তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য আর ৭ মাসের একটা অস্থায়ী বিয়ে চেয়েছিল। | サノ[Fa]は、副学長はこの女学生にセックスと7か月間の「一時的な結婚」を強要していたと述べている。 |
17 | ব্লগার আরো বলেছেন এর আগে এই ধরনের ঘটনা আরো হয়েছে। | サノはまた、この事件以前にも同様の事件があったと語っている。 |
18 | টুরিয়ান বলেছে যে মজার ব্যাপার হলো যে ভাইস প্রেসিডেন্ট মাদাদি যিনি এমন অনৈতিক কাজ করেছেন তিনি কয়েক সপ্তাহ আগে এসোসিয়েশন অফ ইসলামিক স্টুডেন্টসদের বলেছিলেন যে অনৈতিক কাজের জন্য তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হবে! | テュアジャン[Fa]は、皮肉なことは非常に非道徳的な行為をしたマダディ副学長が、数週間前イスラム学生協会に対し非道徳的な行為を慎むよう通告していたことだと語る。 |