# | ben | jpn |
---|
1 | উইচ্যাট, চীনের ব্যবহারকারীদের বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন প্রদর্শন করে না, হয়ত এটি মনে করে চীনারা গরীব | WeChatによる差別? |
2 | ফেসবুকের মূল ছবিতে কারুকাজ করা হয়েছে। | 貧乏人にはBMWの広告が表示されない!! |
3 | পুনরায় ব্যবহারের জন্য নতুন করে সাজানো হয়েছে। | フェイスブック掲載のイメージを編集(再利用に際しキャプションを付記) |
4 | অনেকে জোর করে প্রদর্শন করা মোবাইল বিজ্ঞাপন অনেক নাগরিককে উদ্বিগ্ন করে। | モバイル端末を使用しているときに急に広告が現れると、誰もがうっとうしさを感じると思う。 |
5 | যদি কোন কোম্পানির এই কাজে নিয়োজিত ব্যক্তিরা বিশাল আকারের ডাটা বিশ্লেষণ করে যদি ব্যবহারকারীদের উপযুক্ত বিজ্ঞাপন নির্মাণ করে, তাহলে এই বিষয়টিও ব্যক্তিগত গোপনীয়তা এক হামলার মতও বিষয় হিসেবে অনুভূত হয়। | 広告会社に仕立て屋のような人がいて、ビッグデータを分析することで各ユーザに合う広告を見繕っているとすれば、プライバシーを侵されているようにも感じる。 |
6 | যখন ২৫ জানুয়ারি তারিখ থেকে উইচ্যাট, এর ব্যবহারকারীদের বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদান শুরু করে, তখন চীনের বার্তা আদান প্রদান এ্যাপসের কিছু ব্যবহারকারী এর বিএমডাব্লিউ নামক গাড়ির বিজ্ঞাপনে বিরক্ত হয়েছিল, তবে তারা এই কারণে বিরক্ত হয়নি যে এটা অনেকটা দেখতে বাধ্য করা হচ্ছে অথবা এটি অনেক বেশী মানানসই- তারা বিরক্ত হয়েছিল কারণ ব্যবহারকারীর এই বিজ্ঞাপনটি আদৌও দেখতে পাচ্ছিল না। | 1月25日、中国版モバイルメッセージアプリWechatは、ユーザ用の投稿画面モーメンツ上で広告配信を開始した。 ユーザの中には自動車メーカーBMWの広告に対して苛立ちを示す人もいた。 |
7 | তারা, উইচ্যাটের বিরুদ্ধের নিন্ম আয়ের ব্যবহারকারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনে, যারা তাদের বিএমডাব্লিউ গাড়ির বিজ্ঞাপনের বদলে স্মার্টফোন অথবা কোকাকোলার বিজ্ঞাপন প্রদর্শন করেছে। | 広告が邪魔であったわけでも、自分用に見繕われたものだと感じたわけでもない。 そもそもBMWの広告自体が現れなかったことが怒りの原因である。 |
8 | অনেক উইচ্যাট ব্যবহারকারী এক ছড়িয়ে পড়া বার্তার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করে, যে বার্তায় এই বিশেষ শ্রেণীর উপযোগী করে বানানো বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশাল পরিমাণ ডাটার ব্যবহার ব্যাখ্যা করা হয়। | WeChatは所得の少ないユーザにはBMWの広告の代わりにスマートフォンやコカ・コーラの広告を見せており、これは差別的な行為であると非難しているのだ。 大勢のWeChatユーザが怒ったのは、ある口コミメッセージを読んだためである。 |
9 | এই বার্তাটি ছবির আকারে প্রচার করা হয়েছিল: | そこには広告選定時のビッグデータ活用法が説明されていた。 |
10 | তারা বলছে যে ব্যবহারকারীর বন্ধু সমাবেশে ব্যবহার করা ভাষা ও ছবি অধ্যায়ন করে সেখান থেকে প্রাপ্ত প্রচুর পরিমাণ তথ্যকে বিশ্লেষণ করার মাধ্যমে উইচ্যাটের বন্ধু সমাবেশে এই বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। | メッセージはイメージデータの形でネット上に拡散していた。 WeChatのモーメンツ上に配信される広告は、各ユーザのモーメンツに載っている文章や写真の調査、すなわちビッグデータ分析を行うことで決定されるらしい。 |
11 | এই ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক প্রযুক্তি যা শব্দ ও গ্রাফিক-এর অর্থ উপলব্ধি করতে সক্ষম। | この技術には、単語の意味理解や画像解析といった人工知能的なものも含まれている。 |
12 | এই তথা কথিত বিজ্ঞাপন সেবা প্রদান করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করা এক পরীক্ষার ভিত্তিতে, যা অনেক আগে [এর মূল কোম্পানি] টেনসেন্টের অভ্যন্তরে বিকশিত হয়েছে। | この広告サービスは、親会社の騰訊(テンセント)で長い間研究されていた人工知能の実験から生まれたものだ。 その広告配信の仕組みはこうだ。 |
13 | [আর এই বিজ্ঞাপনের বিষয়ে] উত্তরটা ছিল এই রকমঃ যাদের বার্ষিক আয় এক মিলিয়ন ইউয়ান [প্রায় ১৫০,০০০ মার্কিন ডলার] বা তারা বেশী, তাদের কাছে বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন পাঠানো হয়েছে; যারা শিয়াও মি [স্থানীয় মোবাইল ব্র্যান্ড] কিনতে সক্ষম, তারা ভিভোর [একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান] বিজ্ঞাপন পেয়েছে; আর এমনকি যারা শিয়াও মিও অথবা রেড মি-এর মত ব্র্যান্ডের মোবাইল কিনতে অক্ষম, তাদের জন্য ছিল কোকাকোলার বিজ্ঞাপন। | 年収100万元(約1900万円)以上で、もっとお金を使いそうなユーザにはBMWの広告を配信する。 中国の携帯電話Xiao Miを買う余裕のあるユーザには、スマートフォンVivoの広告を配信する。 |
14 | যাদের বন্ধু সমাবেশে সময় কাটানোর সময় ছিল কিন্তু কোন বিজ্ঞাপন তাদের নজরে আসেনি, তাদের জন্য আসলে উইচ্যাটের বার্তা হচ্ছে অনেকটা এরকম, যদি টাকা না থাকে তাহলে কঠোর পরিশ্রম কর, নিজের ফোনের সময়সূচি সতেজ করে সময় নষ্ট করো না। | Xiao MiもRed Miも買えないユーザにはコカ・コーラの広告を配信する。 |
15 | টুইটার সদৃশ্য ওয়েবো ব্যবহারকারী “আওয়ার হুই ঝাও” ( (@我们的惠州), তাদের মধ্যে একজন যে এই আশায় তার সময়সূচি সবসময় তাজা করে রাখছিল যদি সেখানে কোন এক সময় বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন উঁকি মারে: | そしてモーメンツに長々と入り浸っているにも関わらず何の広告も表示されないユーザは、WeChatから「お金がないなら働きなさい。 いくら画面を更新しても時間の無駄ですよ」と言われているようなものなのだ。 |
16 | সারাদিন ধরে বন্ধু সমাবেশের সময়সূচি তাজা রাখতে রাখতে এখন প্রায় অসুস্থ হবার জোগাড় কিন্তু এখনো আমি বিএমডব্লিউ-এর বিজ্ঞাপনের নাগাল পেলাম না…বন্ধু সমাবেশের বিজ্ঞাপন আসলে মার্জিতদের জন্য এবং যাদের আয় আমার মত নয়, তাদের সাথে আমরা বৈষম্যে শিকার হলাম। | Twitterと似たサービス、WeiboのユーザであるOur Hui Zhou (@我们的惠州) は、モーメンツを更新し続けることでBMWの広告が出てくるかどうかを検証した。 |
17 | মা উইউই (@马薇薇不算是昵称吧) নামক ভদ্রমহিলা তার উইচ্যাটের বন্ধু সমাবেশের সময়সূচিতে কোন বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন দেখতে পায়নি। | 一日中モーメンツを更新し続けてすごく疲れたけど、BMWの広告はまだ出てこないよ……。 |
18 | ওয়েবোতে সে ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছে: | モーメンツの広告はかなり賢いね。 |
19 | তার বলছে যে আজ উইচ্যাট বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদর্শন করা শুরু করেছে। | 僕みたいな無収入の人間をきちんと区別しているみたいだ。 |
20 | কোন বিজ্ঞাপন দেখতে না পারা একজন হিসেবে আমি নিজেকে এই এ্যাপসের এক বৈষম্যের শিকার বলে মনে হচ্ছে। | 自分のモーメンツに広告がひとつも表示されなかったことに対して、Ma Weiwei (@马薇薇不算是昵称吧) はWeiboに皮肉めいたコメントを投稿している。 |
21 | না বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন, না স্মার্টফোনের বিজ্ঞাপন, এমনকি কোণ কোকাকোলার বিজ্ঞাপনও নয়-যেন আমার বন্ধু সমাবেশের একমাত্র গল্প কথক যে আসলে তার ঠাঁট বাট প্রদর্শন করতে অক্ষম এবং যে অনলাইন বিক্রয় কার্যক্রমে অংশ গ্রহণ করেনি। | 最近WeChatのモーメンツに広告が出るようになったらしいわね。 |
22 | আমি অনুভব করলাম ইন্টারনেট ব্যবসায় আমার প্রতি বৈরী আচরণ করা হয়েছে। | でも私のモーメンツには広告がまったく表示されないわ。 |
23 | তার বলছে যে আজ উইচ্যাট বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদর্শন করা শুরু করেছে। | WeChatに差別を受けたかのような気分よ……。 |
24 | কোন বিজ্ঞাপন দেখতে না পারা একজন হিসেবে আমি নিজেকে এই এ্যাপসের এক বৈষম্যের শিকার বলে মনে হচ্ছে। | BMWも、スマートフォンも、あのいまいましいコカ・コーラの広告ですら表示されないし。 |
25 | না বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন, না স্মার্টফোনের বিজ্ঞাপন, এমনকি কোণ কোকাকোলার বিজ্ঞাপনও নয়-যেন আমার বন্ধু সমাবেশের একমাত্র গল্প কথক যে আসলে তার ঠাট বাট প্রদর্শন করতে অক্ষম এবং যে অনলাইন বিক্রয় কার্যক্রমে অংশ গ্রহণ করেনি। | たぶん私が、自分のモーメンツで洋服や食事を見せびらかしたり、オンライン販売に参加しないからでしょうけど、e-ビジネスからの敵意を感じるわ。 |
26 | আমি অনুভব করলাম ইন্টারনেট ব্যবসায় আমার প্রতি বৈরী আচরণ করা হয়েছে। | 西洋諸国では、ビッグデータの活用によりユーザのプライバシーが侵害される可能性に関してこれまで大きな批判が沸き起こってきた。 |
27 | “বৈষম্য আরোপের” জন্য বড় আকারের ডাটা ব্যবহারের ক্ষেত্রে চীনা নেট নাগরিকদের সমালোচনার বিষয়টি বেশ কৌতূহল তৈরী করে, যেখানে তাদের পশ্চিমের সহযোগীরা তাদের এই সমালোচনায় কণ্ঠ মেলায় যখন ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। | 一方中国のネット住民たちは、広告配信にビッグデータが利用されたことに関して「差別的だ」と非難している。 両者の対照性は興味深いものだ。 |
28 | চীনের ক্ষেত্রে, সকল অনলাইন একটিভিস্টদের উপর নজর রাখা হয়। | 中国ではあらゆるオンライン上の活動が監視されている。 このパノプティコンのような国では、囚人は監視に対して文句を言うことができない。 |
29 | ভার্চুয়াল এই কারা প্রহরার মাঝে, বন্দীরা তাদের উপর করা নজরদারির বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু যদি তাদের উপর কোন এক ভাবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়, সেই ক্ষেত্রে অন্তত তারা সমান অধিকার দাবি করতে পারে। | しかし、とにもかくにもこのような監視状態が続くのであれば、囚人たちは自分たち全員を同じように扱ってほしいという要求ぐらいはしてもいいだろう。 校正:Naoko Mori |