# | ben | jpn |
---|
1 | মালয়েশিয়াঃ খাদ্য এবং ব্লগ অ্যাকশন ডে ২০১১ | マレーシア:「Blog Action Day 2011」食がテーマ |
2 | এ বছরের ব্লগ অ্যাকশন ডের প্রতিপাদ্য বিষয় ছিল ‘খাদ্য' অনেক মালয়েশীয় নাগরিক এতে অংশ নেয় এবং তারা এই বিষয়ে তাদের ব্লগে অত্যন্ত বৈচিত্র্যময় কিছু লেখা লেখে। | 今年の Blog Action Day は食がテーマ、多くのマレーシア人がそれぞれのブログによりさまざまな形で食について語った。 |
3 | বয় মিট ওয়ার্ল্ড নামক ব্লগার লিখেছেন যে, তিনি আসলে কতটা সৌভাগ্যবান যে তাকে কখনো খাদ্য নিয়ে হতাশায় ভুগতে হয়নি এবং তিনি কতটা নিশ্চিত থেকে সব গ্রহণ করেছেন : | ボーイ・ミーツ・ワールド上では、あるブロガ-が、食の貧困問題を抱えることもなく、今まで当然のように過ごしてきた自分がどんなに恵まれているかを語った。 |
4 | আমি এই কারণে কৃতজ্ঞ যে, আমি এমন একটি দেশে বাস করি, যেখানে খাদ্য নিয়ে কোন ধরনের হতাশা নেই। | 私は食の貧困の問題がないこの豊かな国で生活ができることを感謝しています。 |
5 | বাস্তবতা হচ্ছে আমাদের এখানে অজস্র সুপার মার্কেট রয়েছে, যেখানের প্রতিটি সেলফ-এর তাকে তাকে নানা ধরনের বৈচিত্র্যময় খাবার থাকে। | 事実、巨大なスーパーマーケットには、どこの通路からでも選べるほど、全ての棚に多種多様な食品があふれています。 |
6 | বিশেষত এখানে প্রত্যেকটি আলাদা স্থানে থেকে আমরা আলাদা খাদ্য বেছে নিতে পারি। | しかし、それとはまったく逆に、アフリカの角と呼ばれている地域(アフリカ最東北端のとんがっている地域。 |
7 | অন্যদিকে যেমন হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং নামক এলাকায় এমন অনেক লোক রয়েছে, যারা এক বেলা ঠিকমত খেতে পাবার জন্য প্রার্থনা করে, আর অন্যদিকে আমরা খাবারে মিষ্টি হিসেবে আইসক্রিম না থাকার কারণে মায়ের রান্না নিয়ে অভিযোগ করি। | ソマリア付近)に住む人々は、食べ物を探し求めながら、毎日を必死に生きようとしています。 |
8 | এমনকি এখন আমাদের রান্নাও করতে হয় না, কারণ আমাদের ঘরের কাছে রেস্তোরাঁ এবং খাবারের দোকান রয়েছে | 私は本当に恵まれています。 |
9 | সুওয়েন-এর একটি আত্ম উপলব্ধি রয়েছে, যখন সে বুঝতে করে যে খাবারের কারণে সে বেঁচে থাকে, যখন সে উপলব্ধি করে যে অনেক মানুষ, বিশেষ করে শিশুদেরও একবেলা খাবার পেতে সংগ্রাম করতে হয়: | 家ではデザートにアイスクリームを食べながら、母親の手料理にさえ不平を言います。 |
10 | যখন আপনি আপনার বন্ধুর কাছে জানতে চান যে কোন হোটেলে দুপুরের খাবার বা লাঞ্চ সারা যায় তখন এই সমস্ত শিশুরা জানে না লাঞ্চ কি বস্তু। | 外に行けばレストランで好きなものを好きな時に食べられます。 |
11 | খাদ্যের স্বাদ কেমন, এই বিষয় নিয়ে তারা বিন্দু মাত্র ভাবে না। | Shuwenも同じ考えで、たくさんの人々、特に子供達が食にすら飢えているという事実を知って、自分がいかに恵まれているかを感じた。 |
12 | তারা কেবল যা চায় তা হচ্ছে খাবার; কারণ যে সমস্ত লোক এই লেখা পড়ছে, তারা এদের বেশীর ভাগের মত নয়। | 私たちは友人と「ランチはどこで食べる?」 |
13 | তারা বেঁচে থাকার জন্য খায়। | という会話をよくするが、この子供たちはランチという言葉すら知らない。 |
14 | খুব বেশিদিন আগের কথা নয়, আমি এমন কিছু ভাবতাম, যার জন্য আমি সত্যি লজ্জিত, আমি নিজেকে বলতাম, | この記事を読んでいる大多数の人々とは違い、彼らはきっと食べ物がどんな味であろうと気にしない。 |
15 | “যদি আমি খাবার নষ্ট করি তাহলে কি হবে? | 彼らが必要なのは生きるための食べ物だ。 |
16 | এটা এমন নয় যে, আমি খাবার নষ্ট করলে গরীব শিশুরা খাবার পাবে না,” কিন্ত সত্যিকার অর্থে আমি আমার সকল ভাবনা ফিরিয়ে নিয়েছি | 少し前までは、自分はとても恥ずかしい考えを持っていた。 |
17 | কুচিং কোলো মী। | 「食べ物を残して何が悪い? |
18 | ছবি ফেসবুকের ডানিয়েল টাই-এর। | だってその飢えた子供たちに直接あげられるわけでもないし。」 |
19 | অন্যদিকে আনেস সাপিহা তার প্রিয় খাদ্য সম্বন্ধে বলছে, কুটেবানও তার প্রিয় খাদ্য সম্বন্ধে লিখেছে, যা কিনা মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের এক খাবার। | 正直、今はこの前言を撤回する。 |
20 | আমার প্রিয় খাদ্য হচ্ছে কোলো মি! | クチン州のコロミー料理 Facebook上にDaniel Tayが共有した写真より。 |
21 | এটা সারওয়াকের কুচিং-এলাকার খাদ্য। | その一方でAnesh Shapiahは自分の好きな食べ物について語った。 |
22 | যা অন্য এলাকার খাবারের থেকে আলাদা বিশেষ করে এখানে যে ধরনের নুডুলস ব্যবহার করা হয়। | また、Cutebunも自分の好きなマレーシアのサラワク州地域での料理について語った。 |
23 | আমরা এই ধরনের নুডুলসকে- বলি “কিউইমী” মানে কোঁকড়ানো নুডুলস। | 私の大好物はクチン地域のコロミーという料理。 |
24 | আপনি আমাকে হয়ত জিজ্ঞেস করতে পারেন, কেন? | サラワク州地域の麺は他のマレーシアの地域に比べてとても違う! |
25 | যখন আমার পরিবার কুচিং থেকে সাবাহ-তে ফিরে আসে, সেই তিন বছর বয়স থেকে কোলো মী খাওয়া শুরু করি=) আপনি কি অনুভব করতে পারেন যে কোলো মী-এর প্রতি আমরা ভালোবাসা কতটা গভীর? | 私たちはその麺を「kiew mee」と呼んでいる。 ちなみに意味はカーリーヌードル(ねじれた麺)。 |
26 | <৩ (তিন বছর বয়সের পর থেকে) । | なぜ好きかと問われるならこう答える。 |
27 | ফেলিসিয়া একটি খাবার হোটেলের সুপারিশ করছে: | 私はサバ州からクチン州へ戻ってきて以来、3歳のころからコロミー料理を食べ続けているんだよ。 |
28 | সেদিন আমার ছেলে বন্ধু এবং আমি প্রতিদিনের মত এভরিডে. | =) これでどのぐらい私がコロミー料理を愛しているか分かってくれるでしょ? |
29 | কম-নামক খাবারের বিল পরিশোধ করতে গেলাম, যা আমার খাবারের কুপন! :D, বিল পরিশোধের সময় রশিদের সাথে আমাদের ছবি তোলার কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম, কাজে আমি সিদ্ধান্ত নিলাম, এর বদলে আমি এটা করার সিদ্ধান্ত নিলাম। | Feliciaはあるレストランをお勧めした。 先日10月13日に、私と彼氏でまたeveryday.comのネット上でクーポンに引き換えちゃったわ!:Dでもその時自分たちとそのクーポンの写真を撮るのを完全に忘れちゃったの。 |
30 | আশা করি এটাকে এক্সডি [ সকল কিছুকে হাসিমুখে গ্রহন করা ] হিসেবে বিবেচনা করা হবে। | だから、代わりにこうしたんだ。 |
31 | হ্যাঁ, এটা সেই কুপন। ৯. ৯০ রিঙ্গিতে পাঁচ পদের এক খাবারের কুপন! | 使えるといいけど。xD そう、これがクーポン。 |
32 | কিম তার প্রিয় খাবারের জায়গা সম্বন্ধে লিখেছে, এটা হ্যালো কিটি নামক জাপানী বিড়ালের চরিত্রের ভিত্তিতে তৈরি করা এক রেস্তোরাঁ। | コースメニュー5品で9.90リンギットなの! Kimは大好きなハローキティがテーマのレストランについて語った。 |