# | ben | jpn |
---|
1 | ইরানের স্থানীয় মানবিক সম্প্রদায় প্রাণীর অঙ্গ ব্যবচ্ছেদ প্রতিযোগিতার ইতি চায় | イランの動物保護団体は、動物解剖トーナメントに終止符を打ちたい |
2 | মাসাহাদে অনুষ্ঠিত প্রাণীর অঙ্গ ব্যবচ্ছেদ প্রতিযোগিতার বিরুদ্ধে ইরান হিউম্যান সোসাইটির এক প্রচারণার প্রস্তুতি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। | このキャンペーンは、イランの動物保護団体が、マッシュハドで行われた解剖コンテストに対して起こしたものである。 |
3 | এই প্রবন্ধটি প্রথম ইরানভয়েসেস. অর্গে ছাপা হয় এবং এরপর তা ইংরেজিতে অনুবাদ করা হয় এবং কনটেন্ট শেয়ার চুক্তির অংশ হিসেবে এখানে প্রকাশ করা হয়েছে। | 当記事は、IranVoices.orgに初掲出されたものを、英訳の上、コンテンツ共有の合意のもとグローバル・ボイスに転載したものである。 |
4 | মাসহাদের দি হিউম্যান সোসাইটি সম্প্রতি ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি (গৃহপালিত পশু চিকিৎসা) মেডিসিন বিভাগকে চাপ দিয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্রচলিত ঐতিহ্যবাহী প্রাণীর অঙ্গ ব্যবচ্ছেদ প্রতিযোগিতা বন্ধ করে। | マシュハド(訳注:イラン第二の都市)の動物保護団体は、フェルドウスィー大学の獣医学部へ、伝統的に行われてきた、高校生を対象とした動物解剖トーナメントを廃止するよう、ここ最近圧力をかけた。 |
5 | ডিসেম্বরের শেষে বিশ্ববিদ্যালয়ে বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করা হয়। | この毎年恒例のイベントは、大学にて12月の終わりに開催が予定されていた。 |
6 | দি হিউম্যান সোসাইটি, সকল পশুপ্রেমীদের আহ্বান জানাচ্ছে যেন তারা বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে এই প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদে তাদের সমর্থন প্রদর্শন করে। | 動物保護団体は、このトーナメントに抗議するために、大学前に集まって支援を表明して欲しいと、動物を愛するすべての人へ呼びかけた。 |
7 | উপরে এই বিষয়ে প্রচারণার উদ্দেশ্যে তৈরী করা এক পোস্টার (ফার্সী ভাষায়) রয়েছে, যা ১৭ ডিসেম্বরে সোসাইটি টু ডিফেন্ড অ্যানিমাল রাইটের (প্রাণী অধিকার রক্ষা সম্প্রদায়) ফেসবুকের পাতায় পোস্ট করা হয়। | 上記はペルシャ語のキャンペーンポスターで、12月17日、動物の権利保護協会のフェイスブックページに投稿された。 |
8 | অতীতের প্রতিযোগিতায়, ছাত্রদের একে অন্যের সাথে ২০ মিনিটের ভেতরে ইঁদুরের শরীরের ভেতর থেকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ বের করে প্রতিযোগিতায় লিপ্ত হতে হত। | 過去のトーナメントでは、高校生たちは、ネズミの内臓を20分以内に取り除くことをお互いに競い合うよう言われた。 |
9 | এতে অংশ গ্রহণের জন্য প্রতিটি ছাত্রকে ৭৫,০০০ তোমান (৩০ মার্কিন ডলার) প্রদান করতে হয়, যে অর্থ ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি মেডিসিন বিভাগের একাউন্টে জমা হয়। | 各出場者たちは参加費として75,000トマーン(約3,100円)を支払い、そのお金はフェルドウスィー大学獣医学部の口座へ振り込まれた。 |
10 | অনলাইন এবং অফলাইন প্রতিবাদ আন্দোলন সত্ত্বেও, ১৬ ডিসেম্বর তারিখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। | ネット上でも実社会でも抗議活動があったにもかかわらず、12月16日にトーナメントは開催された。 |
11 | দি সোসাইটি অফ ডিফেন্স অ্যানিমাল রাইট নামক আন্দোলন এই প্রতিযোগিতাকে অনৈতিক এবং গবেষণাগারের প্রাণীর অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং সাথে জোর দিয়ে বলছে যে বৈজ্ঞানিক গবেষণা এবং এর উন্নতিতে এই প্রতিযোগিতার কোন অবদান নেই। | 動物の権利保護協会はそのキャンペーンの中で、トーナメントはモラルに反し、実験動物の虐待であり、さらに科学の研究にも進歩にも貢献していない、と主張した。 しかしながら、トーナメントを中止せよという協会の要請は無視された。 |
12 | উক্ত সোসাইটির এই প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান উপেক্ষা করা হয়েছে, তবে প্রাণী অধিকার প্রচেষ্টা ইরানের মূলধারার সংবাদপত্রে কেবল চোখে পড়া শুরু হয়েছে। | 動物の権利に対する活動は、まだイランの主流ニュースで知られ始めたばかりだ。 このキャンペーンは、ペルシャ語の小さなニュースブログ、イランニュースオンラインより報道された。 |
13 | ইরান নিউজ অনলাইন নামের এক ছোট আকারের ফার্সী সংবাদ ব্লগে এই আন্দোলনের সংবাদ প্রকাশ পায়, কিন্তু দি ইরানিয়ান সোসাইটি ফর প্রিভেন্টিং ক্রুয়েলিটি ফর অ্যানিমাল (প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে গড়া ইরানি সম্প্রদায়) জন্য গড়া ফেসবুক পাতায় তা অনেক বেশী শেয়ার করা হয়। | しかし、イラン動物虐待防止協会のフェイスブックのページでは広く共有された。 このキャンペーンには、245のシェア、821のいいね、がつき、また大量のコメントも寄せられた。 |
14 | প্রচারণার এই পাতাটিকে ২৪৫ জন শেয়ার করে, ৮২১ জন এতে লাইক দেয় এবং অনেকে এতে মন্তব্য করে। | 校正:Takako Nose |