Sentence alignment for gv-ben-20120127-22272.xml (html) - gv-jpn-20120409-11157.xml (html)

#benjpn
1আফ্রিকা: কাপ অফ নেশনস২০১২- নামক প্রতিযোগীতার শুরুアフリカ: 2012ネーションズカップ、キックオフ!
2[বাইরের সকল লিঙ্কের লেখা ফরাসী ভাষায়][外部コンテンツへのリンクは全てフランス語]
3শনিবার, ২১ জানুয়ারি ২০১২-এ, ইকুয়াটোরিয়াল গিনির বাটায় এক দুর্দান্ত ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছে, যা তিন সপ্তাহব্যাপী চলবে।2012年1月21日の土曜日、赤道ギニアのバタでアフリカネーションズカップが始まり、3週間の過酷な大会が幕を開けた。
4এই প্রতিযোগিতার নাম কাপ অফ নেশনস, আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।アフリカで最も大切な国際試合であるこの大会はガボンと赤道ギニアで1月21日から2月12日の間に開催される。 アフリカサポーターのみならず世界中のサポータが開幕戦に向けた強化練習を楽しんで来た。
5এবার এই প্রতিযোগিতা যৌথভাবে গ্যাবন এবং ইকুয়াটোরিয়াল গিনিতে অনুষ্ঠিত হচ্ছে।ダンスや、光、音もショーの一部だ。
6যা ২১ জানুয়ারি থেকে ১২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।マスコットのGaGuie!
7আফ্রিকা এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এর উদ্বোধনী দিনের দুটি খেলা, উপভোগ করে; নাচ আলোক সজ্জা এবং আওয়াজ ছিল দেখার মত এক বিষয়ঃ GAGUIEのGAはGabon(ガボン)から、GUIはGuinea(ギニア)から、そしてEはEquatorial(赤道の)から!
8এই টুর্নামেন্টের মাসকট গাগুই!写真はfr.cafonline.comより
9গাগুই এর সাথে নাচ।以下はトーナメント最初の3日間の総括。
10গাগুই-এর গা মানে হচ্ছে গ্যাবন এবং গুই মান হচ্ছে গিনি এবং এর মধ্যে যে ই আছে, এটি ইকুয়াটোরিয়াল বোঝাচ্ছে।リビアは1月21日、開幕戦で赤道ギニアと戦った。
11ফ্রা. সিএএফঅনলাইন.開催国の1つでもある赤道ギニアはトーナメントで初戦を迎えると、意外にも1-0で勝利を収めた。
12কম থেকে, তাঁর অনুমতিক্রমে এটি গ্রহণ করা হয়েছে।残り6分のところで赤道ギニアの11番、ボルボアがリビアのゴールキーパーと1対1の末、ついに均衡を破った。
13এই প্রতিযোগিতার প্রথম তিন দিনে কি কি ঘটেছে, তার কিছু বিবরণ এখানে তুলে ধরা হল।終了までスコアは1-0のまま。
14প্রথম দিনের খেলা।スタジアムに詰めかけた赤道ギニアのファン達は大喜びだった。
15প্রতিযোগিতার পর্দা উঠে ২১ জানুয়ারি তারিখে, এবং প্রথম খেলায় লিবিয়া, সহ-আয়োজক ইকুয়াটোরিয়াল গিনির মুখোমুখি হয়, যারা এই প্রতিযোগিতায় এই প্রথম অংশ গ্রহণ করছে।同日、セネガルはザンビアに2-1で敗れると大会の入りを 失敗した。
16তারা বিস্ময়কর ভাবে ১-০ গোলে লিবিয়ার বিরুদ্ধে জয়লাভ করে।セネガルのファン達は敗戦はチームコーチのせいだとネット上で訴えた。
17যখন খেলা শেষ হতে আর মাত্র ছয় মিনিট বাকী, সেই সময় ইকুয়াটোরিয়াল গিনির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় বালবোয়া অবশেষে গোলের খাতা খোলেন।TouyはSeneweb Newsで言う[fr]。
18তিনি লিবিয়ার গোলরক্ষককে একা সামনে পেয়ে তাকে পরাস্ত করেন।ローカルコーチが抱えている問題はキャプテンの二アングが適任ではないと気づいていてるのに、恐れているのか、あるいは控えめすぎるのか彼を辞めさせることができないことだ。
19শেষ বাঁশী বাজা পর্যন্ত খেলার ফলাফল ১-০ থাকে।そしてそれが勝利に支障をきたしている。
20স্টেডিয়াম ভর্তি দর্শকরা খেলার এই ফলাফলে উল্লাস প্রদর্শন করে। প্রথম খেলাতেই সেনেগাল নামক দলটি পা হড়কায়।Amara Traoré [fr] はRFIでそのテーマに光を当てた。
21যারা একই দিনে জাম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়।ネーションズカップが始まる前でさえ、ザンビアの選手達はとてもエネルギッシュで、もっと大きくて強いセネガルを倒すことにそのエネルギーを使うと思われていた。
22সেনেগালের সমর্থকরা ওয়েবে এর জন্য তাদের জাতীয় দলের কোচকে দায়ী করে।だからコーチとスタッフは、攻撃よりもまずザンビアの選手を食い止める方法を見つけるべきだった。
23সেনাওয়েব নিউজে তোয়ু লিখেছে [ ফরাসী ভাষায়]:コーチは予測して速いプレーヤーを投入するというコーチとしての役割を果たさなかったばかりか、とりわけ、周りの選手をみることができない選手を前線へ出してしまった。
24একজন স্থানীয় কোচের সমস্যা হচ্ছে যে, ধরুন যদি, এমনকি সে উপলব্ধি করতে পারে যে তাঁর দলের অধিনায়ক নিয়াং, ভালো খেলছে না, তাহলে হয় সে ভয়ে অথবা ভদ্রতায় তাকে মাঠ থেকে তুলে নিতে পারবে না, যা কিনা জয়ের নির্ধারক!大会2日目には優勝候補、「コートジボワールのエレファンツ」が登場した。
25আরএফআই-এ আমারা ত্রায়োরে এই ঘটনার আমাদের সামনে তুলে ধরছে :39分、ディディエ・ドログバのスーダンへの華麗な一撃がコートジボワールの勝利を決定づけた。
26সকলেই জানে, এমনকি কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতা শুরু আগেও, সবাই জানত যে জাম্বিয়ানরা প্রাণ চাঞ্চল্যে ভরপুর, এবং তারা, আকারে খানিকটা বড় এবং শক্তিশালী সেনেগাল নামক দলটির বিরুদ্ধে তা ব্যবহার করবে।しかし、エレファンツの勝利はネット上のコートジボワールファン全員を満足させたわけではなかった。
27এর এই কারণেই দলের কোচ এবং কর্মীদের এমন একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যাতে সেনেগাল আক্রমণে উঠে গেলে তারা যেন নিজেদের দুর্গ সামলাতে পারে।多くの人はもっとできただろう、と感じている。
28তিনি তার কাজটি ঠিকমত সমাধা করতে পারেননি যাতে তিনি, তাঁর রণকৌশল অনেক বেশী প্রত্যাশিত এবং গতিশীল খেলোয়াড়দের নিয়ে তিনি খেলেছেন কিন্তু সর্বোপরি প্রতিপক্ষের গোলের সামনে তাদের নিয়ে যেতে পারেননি, যারা সেখানে এক অন্যকে খুঁজে পাচ্ছিল না।Phox Hermann [fr] は言う。
29দ্বিতীয় দিনের খেলা本当のことを言った方がいい。
30দ্বিতীয় দিনে ছিল, প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় দল আইভরিকোস্টের খেলা, যাদের কোঁত দি আইভরির হস্তি বলে ডাকা হয়।エレファンツはいつものエレファンツじゃなかった。
31খেলার ৩৯ মিনিটে দিদিয়ের দ্রগবার এক অপূর্ব গোলে আইভরি কোস্ট নামক দলটি সুদানের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে।Bi Tia Vincent Toh [fr] は更に言う。
32তবে ইন্টারনেটের সকল আইভরিয়ানের কাছে এই জয় ঠিক যথেষ্ট ছিল না।ずっと1点差っていうのは冷や汗ものだったよ。
33অনেকে মনে করেন যে আইভরি কোস্ট খেলায় আরো ভালো ফলাফল করতে পারত।もしジョビーノ[sic] がゴール前でもっと冷静だったら。
34পোহক্স হারমান বলছে [ ফারসী ভাষায়]:もしヤヤ・トゥーレがミットフィルダーのポジションを取り返して、シティーでするようなプレーができていたら。
35সত্যি কথা বলা দরকার, নয় কি।ディフェンダーがもっと攻撃を防いでいたら。
36আমি যাদের খেলা দেখছিলাম, তারা আসলে হস্তির দল ছিল না।アンゴラも初戦を迎えると、2-1 でブルキナファソを下した。
37বি তিয়া ভিন সেন্ট তোহ এর সাথে যোগ করেছে :2012年ネーションズカップのもうひとつの開催国であるガボンは2-0でニジェールに勝ち、強さを見せつけた。
38এক গোলের ব্যবধান বজায় রাখার কারণে আমাদের শরীর দিয়ে এক ঠাণ্ডা ঘাম বয়ে গেছে।グループリーグCのオープニングマッチは素晴らしい雰囲気の中、リーブルビルのStade de l'Amitiéで行われた。
39কেবল গোলের সামনে যদি গারভিনহো [ অসুস্থ] গোলের সামনে আরেকটু ভালো খেলা দেখাতেন।Rodrigue Magaya [fr] はオーバメヤンのゴールについてフェイスブックにコメントした。
40যদি ইয়াইয়া তোরে মাঝখানে তাঁর জায়গা খুঁজে পেত এবং ম্যানচেস্টার সিটিতে যেমনটা খেলে, তেমন খেলা প্রদর্শন করত।何て言ったらいいんだろう?!!!
41যদি রক্ষণব্যুহে ফাটল না ধরত।皆ありがとう。
42এ্যাঙ্গোলাও তাদের প্রথম খেলাটি খেলে ফেলেছে এবং তারা বুর্কিনা ফাসোকে ২-১ গোলে পরাজিত করেছে ।大会を素晴らしいものにするために、「僕たちは自然に対戦相手全員に示さなければいけなかった。
43তৃতীয় দিনের খেলা僕たちはここにいるんだ!!
44২০১২ সালের আফ্রিকান কাপ অফ নেশনসের সহ আয়োজক দেশ গ্যাবন তাদের শক্তিমত্তা প্রদর্শন করে ২-০ গোলে নাইজারকে পরাজিত করে।まさにこの場所に!
45সি গ্রুপের এই উদ্বোধনী খেলাটি লিব্রাভিলের স্টাডে দে ল'আমিতে নামক স্টেডিয়ামের এক চমৎকার পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।恐れるものは何もない!」
46ফেসবুকে রড্রিগো মাগায়া [ফারসী ভাষায়], আবুমায়াঙ্গার গোলের ব্যাপারে মন্তব্য করেছে :ということを自然に対戦相手全員に示さなければいけなかった。
47এই গোল সম্বন্ধে আমি কি বলতে পারি?!!!そして何も恐れていないということを!!
48খেলোয়াড়দের ধন্যবাদ।この大会が長く続きますように。
49এই প্রতিযোগিতার যে সৌন্দর্য তার জন্য এর প্রয়োজন ছিল এবং স্বাভাবিক ভাবে তারা আমাদের প্রতিপক্ষকে দেখিয়ে দিয়েছে যে আমরা এখানে আছি!!!そしてパンサーズがもっと長く活躍できますように。
50ঠিক জায়গাতেই এবং আমাদের কোন ভয় নেই !!!ガボンに神のご加護を!!!!!!
51কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতা দীর্ঘজীবী হোক এবং আমাদের চিতাবাঘের দীর্ঘজীবী হোক।2012年ネーションズカップは #CAN2012(フランス語)と#ACN2012(英語)のハッシュタグを付けることでTV5 Monde, Canal+ Afrique でフォローすることができる。
52স্রষ্টা গ্যাবনকে সুরক্ষিত রাখুক!!!![外部コンテンツへのリンクは全てフランス語]
53আফ্রিকান কাপ অফ নেশনস ২০১২ নামক প্রতিযোগিতার খেলাগুলো, টেভে৫ (সাঙ্ক) মন্দে , সানাল+ আফ্রিক-এ, দেখা যাবে এবং টুইটার ও গুগল+, #সিএএন২০১২ ( ফরাসী ভাষায়) এবং #এসিএন২০১২ (ইংরেজি ভাষায়) হ্যাশট্যাগের মাধ্যমে অনুসরণ করা যাবে校正:Yukari Sugimoto