# | ben | jpn |
---|
1 | মন্টিনিগ্রোর প্রথম প্রাইড প্রদর্শনী সমকামী-বিরোধী প্রতিবাদকারীদের সহিংস বাঁধায় ব্যাহত | モンテネグロ初のゲイプライドパレード、反ゲイ活動家たちにより混乱 モンテネグロの都市ブドヴァで行われた同国初のゲイプライドパレードは、寛容さは見られず暴力のうちに幕を閉じた。 |
2 | মন্টিনিগ্রোর প্রথম সমকামী প্রাইড প্রদর্শনী সহনশীলতার পরিবর্তে বুদভাতে পুলিশ বাহিনী এবং এলজিবিটি বিরোধীদের মাঝে সংঘর্ষের নৃশংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। | 警官隊と反 LGBT(レズビアン、ゲイ、バイセクシュアル、トランスジェンダー)活動家たちが衝突、逮捕者や負傷者を出し、ついにはパレードの参加者たちがボートを使っての退避を余儀なくされる事態となった。 パレードが市内中心部を安全に通過できることを、警察が保証できなくなったからだ。 |
3 | এর ফলে গ্রেপ্তার, হতাহত এবং পরিশেষে প্রদর্শনীতে অংশগ্রহনকারীরা নৌকায় করে স্থান ত্যাগ করে। | モンテネグロの警察当局によると、2013年7月24日に行われたパレードの 参加者そのものは、たった40人程だったが、パレードの沿道には約2000人の人たちが集まった。 |
4 | কেননা, শহরের মধ্য দিয়ে পুলিশবাহিনী তাঁদের নিরাপদে যাওয়ার রাস্তা নিশ্চিত করতে পারেনি। | そのうちの約500人が、激しく体を張ってパレードを阻止しようとした。 |
5 | মন্টিনিগ্রোর পুলিশ বিভাগের [এসআর] মতে, ২৪ জুলাই, ২০১৩ তারিখের প্যারেডটিতে কেবলমাত্র ৪০ জন লোক অংশ নিয়েছে, কিন্তু প্যারেডের সমগ্র রাস্তা জুড়ে প্রায় ২ হাজার লোক জড়ো হয়েছে এবং প্রায় ৫০০ লোক সক্রিয়ভাবে বাহুবল প্রয়োগের মাধ্যমে এই আয়োজনটি থামাতে উদ্যত হয়। | そのときにパレードで起こった出来事について、Mihail Efremovを初めとする人々が、ソーシャルメディアにコメントを出している。 #Montenegro(モンテネグロ)初のゲイプライド(パレード)が暴力的になるなか、反対者たちは「ゲイを殺せ」とシュプレヒコールを繰り返した。 |
6 | মিহাইল ইফ্রিমভের মতো কেউ কেউ, এই মুহুর্তে প্যারেডে কি ঘটছে তা নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেনঃ | 旧ユーゴスラビアの構成国だった1977年から、モンテネグロにはLGBTに関して、かなり自由主義的な法律がある。 |
7 | মিহেইল ইফ্রিমোভ (@ইফ্রিমিহেইল): “সমকামীদের হত্যা কর” প্রতিবাদকারীদের এমন চিৎকার শুরুর পর#মন্টিনিগ্রোর প্রথম সমকামী প্রাইড সহিংস রূপ নেয় | しかし日常生活や社会において、LGBTや伝統に反するライフスタイルは、眉をひそめられることが多い。 |
8 | যেখানে ১৯৭৭ সাল থেকে মন্টিনিগ্রোতে এলজিবিটি - দের সম্পর্কে সম্পূর্ণরূপে উদারমনা আইন রয়েছে, যা সাবেক যুগোস্লাভিয়ার একটি অংশ হিসেবে এলজিবিটি এবং অন্যান্য অপ্রচলিত জীবনাচরণগুলো, প্রতিদিনের জীবন এবং সমাজের ওপর প্রায়ই ভ্রূকুটি করে। | しかしながら2012年11月には、モンテネグロのDuško Marković副首相が、ゲイ同士の婚姻について、政府は何らかの合法化の枠組みを検討していくつもりであることを明らかにした。 |
9 | ২০১২ সালের নভেম্বরে মন্টিনিগ্রোর উপ প্রধানমন্ত্রী ডুস্কো মারকোভিক ঘোষণা করেছেন যেভাবেই হোক, সরকার কিছু কিছু ক্ষেত্রে সমকামী বিবাহকে বৈধ স্বীকৃতি দিতে বিবেচনা করবে। | アドリア海で最も人気のある観光地の一つ、ブドヴァで起こった事件については、主要なメディア同様、各地域・各国のネチズンたちからも、事件当日である7月24日の翌日には反響が寄せられた。 |
10 | অ্যাড্রিয়াটিক সমুদ্র তীরের অন্যতম পর্যটন আকর্ষণ বুদভাতে গতকাল যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে এ অঞ্চলের এবং সমগ্র পৃথিবীর ইন্টারনেটবাসীরা এবং অনেক প্রধান ধারার প্রচার মাধ্যমের চ্যানেলগুলো এ ঘটনা ঘটার পরের দিন প্রতিক্রিয়া জানায়। | Jazは、パレードの様子を伝えるビデオとコメントを、ツイッターへ投稿した。 全く恥ずかしい限りだhttp://t.co/ewoURfsu2d #SeaSidePride #EqualityForAll #Montenegro |
11 | টুইটার ব্যবহারকারী জাজ মন্তব্য করেছেন এবং এ ঘটনা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেনঃ | ブドヴァの旧市街にあるカフェのオーナーたちは、司祭に頼んでゲイプライドパレード が通った高台一帯を清めてもらうようなことさえしている。 |
12 | জাজ (@জাজিফার): সম্পূর্ণ অসম্মতি http://t.co/ewoURfsu2d #SeaSidePride #EqualityForAll #Montenegro | 清めの儀式を行った聖職者、 Boris Radović,神父はメディアに、「これはプライド(誇りの)パレードではない。 |
13 | বুদভার পুরনো শহরের ক্যাফে মালিকরা, যেখান দিয়ে সমকামী গর্ব প্যারেডটি অতিক্রম করেছে, সে মালভূমিটি পরিশুদ্ধ করতে একজন পাদ্রিকে ডেকে নিয়ে এসেছিলেন। | 恥ずべきパレードだ」と述べ、@talambasakobasaのツイートに代表されるように、多くのソーシャルメディアユーザーの嘲笑と侮蔑の的となった。 |
14 | ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনাকারী পাদ্রি ফাদার বোরিস রাদোভিক প্রচার মাধ্যমকে বলেছেন, “এটি একটি লজ্জাকর প্যারেড, কোন গর্ব প্যারেড নয়”, যা বেশীরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের থেকে প্রায়ই বিদ্রুপ ও অপমান কুড়াচ্ছে। | はっはっは。http://t.co/F2nMWC94yZ 彼とあの有名なRadović (過激な発言で知られた元政治家)に、どういう関係があるんだろうか。 |
15 | যেমন @টালামবাসাকোবাসা নামক ব্যবহারকারীর টুইটের মতোঃ | 彼らの言い回しが同じだということは分かる。 |
16 | টালামবাসামিকোবাসা (@টালামবাসাকোবাসা): হাহাহা http://t.co/F2nMWC94yZ এতো বিখ্যাত রাদোভিকের [চরমপন্থী বক্তব্যের জন্য পরিচিত সাবেক রাজনীতিবিদ] সাথে তাঁর কিসের সম্পর্ক; আমি মনে করি তাঁদের বক্তব্য একই রকম #Budva #Montenegro #paradacg #seasidepride | #Budva #Montenegro #paradacg #seasidepride |
17 | বর্তমানে ভিয়েনায় বসবাসকারী সারাজিভোর একজন সাংবাদিক ও ভাষাবিদ নেনাদ মেমিক টুইটারে আরো বলেছেনঃ | サラエボ出身で現在はウィーン在住の、ジャーナリストで言語学者のNenad Memićは、ツイッターに次のように書き込んでいる。 |
18 | নেদাদ মেমিক (@নেদাদমেমিক): পরে #এলজিবিটির্যালির #বুদভাতে, একজন স্থানীয় যাজক প্রত্যাশা করেছেনঃ “আমি #মন্টিনিগ্রোর অসুস্থতা এবং শয়তান থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করছি”। | #Budva(ブダヴァ)で行われた#LGBT(レズビアン、ゲイ、バイセクシュアル、トランスジェンダー)のパレードの後、地元の司祭がその場を清めた。「 |
19 | ফেসবুকে হ্যাশট্যাগ #মন্টিনিগ্রো - এর অধীনে অনেক প্রতিক্রিয়ায় দেখা গেছে একটি বিরাট অংশ গতকালের প্যারেডের ওপর আক্রমণের নিন্দা করেছে এবং মন্টিনিগ্রোতে এলজিবিটি সম্প্রদায়ের প্রতি আরো সহনশীল হওয়ার তাগিদ দিয়েছে। | #Montenegro(モンテネグロ)を病魔や悪魔から守りたまえ」 フェイスブックでは、#Montenegroのハッシュタグが付いた反響のコメントが数多く投稿された。 |
20 | যদিও ফ্রিল্যান্স সাংবাদিক এলেক্স হোগবার্গ, এই টুইটটিতে সাধ্যমত সংক্ষেপে বলার চেষ্টা করেছেনঃ | その大半はパレードへの襲撃を非難し、モンテネグロの人々がLGBT社 会に対してもっと寛容になることを求めるものだ。 恐らく、フリージャーナリストのAlex Hoegbergのツイートが、今回の事件を最も上手く要約しているだろう。 |
21 | অ্যালেক্স হোগবারগ (@অ্যালেক্সহোগবারগ): সুসংবাদ হল #মন্টিনিগ্রোয় ১ম #সমকামীপ্রাইডর্যালি ছিল। | 良いニュースは、#Montenegro(モンテネグロ)で同国初の#GayPride (ゲイプライドパレード)が行われたこと。 |
22 | খারাপটি হল: সমকামী-বিরোধী র্যালির চেয়ে ৫ গুন বড় ছিল। http://t.co/pjogFhXEbR | 悪いニュースは、パレードに反対する反ゲイの人数がその5倍だったこと。 http://t.co/pjogFhXEbR |