# | ben | jpn |
---|
1 | ৪১৬ ঘণ্টার জীবনযুদ্ধে জয়ী রেশমা! বাংলাদেশের সাভারে গার্মেন্টস ভবন ধসের ১৭ দিন পর মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৫৫ যা ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার পর দ্বিতীয় মারাত্মক বাড়ি ধস। | バングラデシュ:工場崩壊事故 17日後 女性 がれきの中から救出される |
2 | একই দিনে জীবিত উদ্ধার করা হয়েছে এক পোশাক শ্রমিককে। | バングラデシュの首都ダッカ郊外のシャバールでアメリカ同時多発テロ事件以降最悪の9階建て工場の崩壊事故が発生した。 |
3 | ২৪ বছর বয়সী এই মেয়েটির নাম রেশমা। | 事故発生から17日が経過し、この事故による死者が1055名に上ったその日に、同工場の女性従業員Reshma Begumががれきの中で生存しているのが発見された。 |
4 | উদ্ধারকারীরা তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। | Begumは同ビルの3階で縫製作業員として働いていた。 |
5 | ধসে পড়া ভবনের দ্বিতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা। | ビルが崩壊した時、24歳の彼女は地下室にあるモスクに閉じ込められてしまった。 |
6 | বিল্ডিং ধসের পরপরই তিনি বেজমেন্টে একটি নামাজ ঘরে আশ্রয় নেন এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে এবং মৃত সহকর্মীদের ব্যাগের খাবার খেয়ে বেঁচে থাকেন। | その後416時間、配管を通じて呼吸し、死亡した同僚のリュックサックの中のビスケットを食べあさって命をつないだ。 |
7 | পুরো ভবনটি ধসে পড়লেও তিনি বেসমেন্টে অক্ষত অবস্থায় ছিলেন। | 2013年4月24日のビル崩壊後数日の間に、崩壊したビルの中から2428人が救出された。 |
8 | উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি ৯ তলা গার্মেন্টস ভবন ধসে পড়ে। | しかし、がれきの中からさらなる生存者が発見される望みは急速に薄れている。 |
9 | আর জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জনকে। | バングラデシュ救助隊が、シャバールの崩壊したビルのがれきの中から縫製作業員Reshmaを17日ぶりに救出。 |
10 | অনেক দিন হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা আটকে পরাদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন। | 撮影Rehman Asad 著作権Demotix (2013/5/10) |
11 | উদ্ধারের পর রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। | Begum は通信社に次のように語った。 |
12 | ছবি: ছবি: রেহমান আসাদ। | 主に水を飲んでしのいでいました。 |
13 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩) | ビルが崩れた直後に閉じ込められてしまったので、すぐ礼拝堂へ避難しました。 |
14 | ধ্বংসস্তুপের ভেতরে ১৭ দিন বেঁচে থাকা নিয়ে রেশমা একটি সংবাদ সংস্থাকে জানান: | 何度か救助隊員が水のボトルを落としてくれて、何とか2本のボトルを手に入れて、閉じ込められている間それでしのいでいました。 |
15 | আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম। | Begumの奇跡的な生還は多くの人たちの間に興奮の渦を巻き起こした。 |
16 | ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি। পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই। | この朗報を聞いてブロガーのAshraf Shishir (@ashrafshishir)は次のような書き込みをした。 |
17 | উদ্ধারকারীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাত পানি পাঠান। | @ashrafshishir (Ashraf Shishir):救出後、私は子供のように何時間も泣いた。 |
18 | আমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখি। | Reshmi または Reshma はまさに救出されたのだ! … |
19 | সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প খেয়ে জীবন বাঁচাই। | 開発に従事しているShahana Siddiqui (@shahanasiddiqui)は喜びの涙をこらえるよう努めた。 |
20 | রেশমার এই অলৌকিক বেঁচে সবার মাঝে আলোড়ন তোলে। | 彼女は次のようにツイートした。 |
21 | রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে শুনে ব্লগার আশরাফ শিশির টুইট করেন: | @shahanasiddiqui:Reshmaの奇跡的生還の記事を読み終えたとき、涙を抑えました! |
22 | @ashrafshishir: অনেকদিন পর বাচ্চা ছেলের মতো কাঁদলাম। | 喜びと誇りに満ちた瞬間です。 |
23 | এইমাত্র রেশমী অথবা রেশমাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে! … | #Bangladesh #savar |
24 | শাহানা সিদ্দিকীও কান্না লুকাতে পারেননি। | Rana Plazaのがれきの中の窪地を捜索する軍隊と救助隊。 |
25 | আনন্দাশ্রু মুছে তিনি টুইট করেছেন: | Reshmaがこのがれきの下に閉じ込められて生存しているのが発見された。 |
26 | @shahanasiddiqui: রেশমা'র অলৌকিক বেঁচে থাকার সংবাদ শুনে আমি কান্না লুকাতে পারিনি। এখন সময় আনন্দ উদযাপনের আর বুক ভরে গর্ব করার #বাংলাদেশ #সাভার | 撮影Firoz Ahmed 著作権Demotix (2013/5/10) |
27 | সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধসে যাওয়া রানা প্লাজার বিভিন্ন ফাঁক ফোঁকরে এখনও জীবিত মানুষ খুঁজে বেরাচ্ছে। | 英国の外務・英連邦省上級閣外大臣Baroness Sayeeda Hussain Warsi (@SayeedaWarsi)はReshma救出のニュースを聞いてコメントした。 |
28 | ছবি ফিরোজ আজমেদের. | @SayeedaWarsi: #Savar(シャバール)のビル崩壊後17日ぶりの若い女性の救出は桁外れに心を高揚させるシーンでした。 |
29 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩) | 悲劇の中の一条の希望の光です。 |
30 | ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি (@SayeedaWarsi) রেশমা উদ্ধার পাওয়ার ঘটনা শুনে টুইট করেন: | マーケティングに従事するAsif Touhidは、フェイスブックに次のように記した。 |
31 | @SayeedaWarsi: #সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় অভূতপূর্ব ভাবে একজন তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে। | Reshma…親愛なるお嬢さん。 |
32 | এ যেন শোকসমুদ্রে এক টুকরো আশার আলো। | 生き抜こうとするあなたの強い勇気に感動しました。 |
33 | বিপণন পেশাজীবি আসিফ তৌহিদ ফেইসবুকে লিখেছেন: | バングラデシュ国民を見直しました。 |
34 | রেশমা - প্রিয় বোন, বেঁচে থাকার জন্যে তোমার ঔদ্ধত্য আমাকে বাঁচার প্রেরণা যোগায় এবং মানুষের প্রতি আস্থা আনে। | ジャーナリストのKamrul Hasan (@_Kamrul_Hasan_)は、Begumを救出しようと懸命に働いた救助隊に対して感謝の意を表した。 |
35 | রেশমাকে যারা উদ্ধার করে এনেছেন কামরুল হাসান তাদেরকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন: | @Kamrul_Hasan:こんなことさえできるんだ! |
36 | @Kamrul_Hasan: এভাবেও ফিরে আসা যায়! | おめでとう、Reshma。 |
37 | অভিনন্দন বেশমা, আপনি বেঁচে থাকুন। | 元気に生きながらえてください。 |
38 | অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল উদ্ধারকারীদের। | バングラデシュ軍救助隊の尽力に対し、多大な感謝の意を表します。 |
39 | এই উদ্ধার ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। | 救出されたBegumに群がり、インタビューをしようとするメディアの動きに対して、メディアの役割を疑問視する声が上がった。 |
40 | উদ্ধারের সাথে সাথেই অনেকে মাইক নিয়ে ছুটে গেছে রেশমার পাশে। | ジャーナリストのTanvir Ahmedはフェイスブック上でジャーナリスト仲間に訴えた。 |
41 | ৭১ টিভির লন্ডন প্রতিবেদক তানভির আহমেদ ফেসবুকে তার সহকর্মীদের অনুরোধ করেছেন: | (メディアは)救助隊と医療チームへのインタビューで満足することとしよう。 彼女はいかにして何日も生き延びてきたのか。 |
42 | আপাতত উদ্ধারকর্মী আর চিকিৎসকদের সাক্ষাতকার নিয়ে তৃপ্ত থাকুন। | わざわざそのような質問をする必要はない。 彼女の衣服はどうして傷んでいないのか? |
43 | এতদিন রেশমা কি খেয়ে বেঁচে ছিলো, তার জামা কাপড় এতো পরিস্কার কেন? | 彼女はそんな質問に答えるより、ただちに医者の助けを必要としているのだ。 |
44 | এসকল প্রশ্নের চেয়ে মেয়েটির এখন শুধুই প্রয়োজন চিকিৎসা সেবা। | 行方不明または死亡した縫製工場従業員の親族は事故から17日たっても希望を捨てない。 |
45 | নিখোজ বা মৃত গার্মেন্টস কর্মীদের আত্মীয় স্বজন ১৭ দিন পরেও উদ্ধারের আশা ছাড়েন নি। | 撮影:Shafiur Rahman 著作権:Demotix (2013/5/10) |
46 | ছবি শফিউর রহমান। | バングラデシュで縫製産業は最大の輸出収入をあげている。 |
47 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)। | したがって、この度のビル崩壊事故は、多くの人の目にバングラデシュのイメージにマイナス効果を及ぼすと映る。 |
48 | পোশাকশিল্প বাংলাদেশের সবচে' বড়ো রপ্তানি খাত। | このことを念頭に置いて、Abu Maksudはフェイスブック上にBegumをバングラデシュの顔として投稿した。 |
49 | তাই সাভারের গার্মেন্টস কারখানা ধসে পড়া যেন বিশ্বের দরবারের বাংলাদেশের নিজেরই ধ্বংসস্তুপ হিসেবে উপস্থাপন। | バングラデシュ人が、がれきの下で17日間生き延びました。 |
50 | এটা স্মরণ রেখেই আবু মকসুদ রেশমাকে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে কল্পনা করে তার ফেসবুকে লিখেছেন: | 親愛なるReshmaさん、あなたは死の淵から生還しました。 |
51 | ১৭ দিন ধরে ধ্বংসস্তুপে বেঁচে ছিল বাংলাদেশ। | あなたは、バングラデシュ人ががれきの下でも生き延びることができるのを証明したのです。 |
52 | রেশমা- বোন আমার অন্ধকূপ থেকে তুমি ফিরে এসেছ, তুমি দেখিয়েছ বাংলাদেশ বেঁচে থাকে, ধ্বংসস্তুপেও বাংলাদেশ বেঁচে থাকে। ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অস্ট্রেলিয়ান ওয়েবসাইট নিউজ. | ダッカ・トリビューン(Dhaka Tribune)の編集長Zafar SobhanはオーストラリアのウェブサイトNews.com.auとのインタビューで断言した。 |
53 | কম. | Reshmaはバングラデシュの最も良い面を表現している。 |
54 | এইউ তে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন: | 想像を絶するような苦境に対してこの国が持つ回復力、勇気、強靭さ、いかなるハンディを負わされても決してあきらめない決意を見せたのだ。 |
55 | রেশমা বাংলাদেশের যা কিছু ভাল তার প্রতিনিধিত্ব করে, অনেক কষ্টের মধ্যেও দেশের রুখে দাড়ানো, এর সাহস, শক্তি, শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প - সবকিছু। | 校正:Etsuko Oikawa |