# | ben | jpn |
---|
1 | রাশিয়ায় এই অস্কার বিজয়ী ‘ডোনাল্ড ডাক’ নামক কার্টুনের প্রদর্শন অবৈধ | アカデミー賞に輝いたドナルドダックのアニメ映画、ロシアでの配信は違法 |
2 | | ウォルト・ディズニー「総統の顔」(1942) YouTube動画からのスクリーンショット |
3 | | トムスク在住の男性2人が、インターネット上に違法な過激派資料を配信したとして有罪判決を受けた。 |
4 | | 彼らが配信したのは白人至上主義バンドの楽曲数点に加えて、1942年に公開されたウォルト・ディズニー制作の反ファシストアニメ映画 総統の顔 である。 |
5 | ইউটিউবে রাখা ওয়াল্ট ডিজনির ১৯৪২ সালে নির্মিত “ডের ফুয়েরার ফেস” নামক কার্টুনের স্ক্রিনশট। | ドナルドダックを主人公とするこのアニメは、同年にアカデミー短編アニメ賞を受賞した。 男性2人は犯行を認め、後悔していると供述した上で、2013年の夏に冗談のつもりで動画を配信したと述べた。 |
6 | | 判決では両名に3,000ルーブル(約5,500円)の罰金が言い渡された。 |
7 | উভয় ব্যক্তি তাদের দোষ স্বীকার করেছে এবং এই ঘটনায় তারা অনুতপ্ত, তারা দাবী করেছে যে ২০১৩ সালের গ্রীষ্মকালে তারা এক রসিকতা হিসেবে এই লিঙ্ক তুলে ধরে। | ロシア連邦行政違反法典第20.29条「過激派資料の制作と保存」に対する最高15日の拘留刑は科されなかった。 ロシアでは2010年12月以降、このドナルドダックのアニメが配信禁止となっている。 |
8 | বিচারক তাদের উভয়কে ৩,০০০ রুবেল (প্রায় ৪০ ডলার) জরিমানা করে এবং ১৫ দিনের কারাবাস প্রদান করে, যা রাশিয়ার অপরাধ দমন আইনের ২০. | カムチャツカ裁判所が国の違法過激派資料リストに追加したからだ。 このアニメはセルゲイ・セミヨノフという男が配信した 多数の人種差別的動画と併せてリストに追加された。( |
9 | ২৯ ধারা অনুসারে উগ্রবাদী কোন কন্টেন তৈরি করা কিংবা সেগুলোর বিতরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি। | 今回、偶然にもトムスク検察局がドナルドダックの名前を国の過激派資料リストと異なるスペルで記載した。 スペルが異なる2つの作品名は、法的に異なる作品のように見える。) |
10 | ডিসেম্বর ২০১০ থেকে রাশিয়ায় ডোনাল্ড ডাক-এর কার্টুন প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই ঘটনা তখন ঘটে যখন কামচাটকার এক আদালত অন্য ডজন খানেক বর্ণবাদী ভিডিওর সাথে এই কার্টুনকে অবৈধ উগ্রবাদী উপাদান হিসেবে জাতীয় এক তালিকায় অর্ন্তভুক্ত করে, এতে আবিস্কৃত হয় যে দৃশ্যত এগুলো সের্গেই সেমানভ নামের এক ব্যক্তি প্রদর্শন করেছে। | 人種差別的に描写された「敵国の日本人」。 ウォルト・ディズニー「総統の顔」(1942) YouTube動画からのスクリーンショット |
11 | (দুর্ঘটনাক্রমে তোমাস্কের সরকারি আইনজীবী ডোনাল্ড ডাক-এর নামের এক ভিন্ন অনুবাদ করে ফেলে,উক্ত নামটিও কেন্দ্রীয় উগ্রবাদী উপাদানের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, এতে কার্যত মনে হয় যে ভিন্ন নামের দুটি ভিন্ন কার্টুন তালিকায় অর্ন্তভুক্ত)। | モスクワを拠点とする人種差別犯罪監視団体SOVAによれば、セミヨノフの他動画以外にもこのディズニーアニメが配信禁止となったことで、当局が実は彼の動画をひとつひとつ見ていないことがわかったという。 SOVAはホームページ上で こう述べている。「 |
12 | “জাপানি শত্রু” হিসেবে কার্টুনে আঁকা বর্ণবাদী চিত্র। | 今回の事件で国のリストは無用なものであり、逆に法的文書として危険性があることが明らかになった。 |
13 | ইউটিউবে আপলোড করা ১৯৪২ সালে নির্মিত ওয়াল্ট ডিজনির “ডের ফুয়েরার ফেস” নামক কার্টুন-এর স্ক্রিনশট। | 最善の解決策はリストを全て削除することであろう。」 総統の顔 の主人公は、ファシズム政権下で暮らすドナルドダック。 |
14 | ডের ফুয়েরার ফেস নামক চলচ্চিত্রে দেখানো হয় যে ডোনাল্ড ডাক এক একনায়কের রাজ্যে বাস করছে এবং তাকে বন্দুকের মুখে একটি কারখানায় বোমা বানানোর কাজ করতে হয়। | 銃口を向けられて、工場のラインで爆弾の組み立てをするよう命令される。 そして、目に映るアドルフ・ヒトラーの肖像画全てに敬礼するよう強制され、しなければ処刑すると脅されるのだ。 |
15 | মৃত্যুর মত হুমকির কারণে সে এ্যাডলফ হিটলারের প্রতিটি ছবিতে স্যালুট প্রদান করতে বাধ্য হয়। | このアニメは戦線があったドイツと日本両国に対する米国の戦時プロパガンダを踏まえており、日本人を人種差別的に描写している。 |
16 | একই সাথে এই কার্টুনে জাপানকে এক বর্ণবাদী চেহারায় আঁকা হয়েছে, যা যুদ্ধকালীন সময়ে দুটি রণাঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রচারণার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরে। | ラストシーンで目覚めたドナルドダックは、全部夢であって本当は米国に住んでいることに気づきミニチュアの自由の女神像を抱きしめて、最後の台詞を言う。「 |
17 | এই চলচ্চিত্রের শেষ দৃশ্যে ডোনাল্ড ডাক এই উপলব্ধি নিয়ে জেগে ওঠে এতক্ষন যা ঘটেছে এ সবই ছিল তার স্বপ্ন, এবং বাস্তবতা হচ্ছে সে যুক্তরাষ্ট্রে বাস করছে, এরপর সে স্ট্যাচু অব লিবার্টির এক ক্ষুদ্র সংস্করণকে আলিঙ্গন করে, এবং শেষ কথাটি উচ্চারন করে “আমি আনন্দিত যে আমি যুক্তরাষ্ট্রের এক বাসিন্দা”। | アメリカ合衆国国民で本当に良かった!」 校正:Maki Ikawa |