# | ben | jpn |
---|
1 | ভারত: কোদানকুলাম আনবিক শক্তি কেন্দ্র নিয়ে আন্দোলন এখনও চলছে | インド:クダンクラム原発をめぐる対立続く |
2 | গত মাসে ব্যাপক প্রতিবাদের মুখে ভারতের তামিল নাডু রাজ্যের তিরুনেলভেলি জেলার কোডানকুলাম আনবিক শক্তি কেন্দ্র চালু হয়েছে (এ বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর পূর্বের প্রতিবেদন ১, ২ দেখুন)। | 2012年9月、インド南端のタミル・ナードゥ州ティルネルヴェーリ県のクダンクラム地区における原子力発電プロジェクトが、抗議の嵐の中で操業を開始した (以前の記事参照)。 |
3 | আনবিক শক্তি কেন্দ্রটি স্থাপন করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। | クダンクラム原発は電力の供給を始めたものの、抗議行動を行う者の逮捕がいまだ行われており、反原発活動家の拘束も続いているなど、状況は悪化の一途をたどっている。 |
4 | কিন্তু প্রতিবাদী মানুষদের অনেককে কারাগারে নেবার পর পরিস্থিতি খুব খারাপ হয়। | 10月9日には、原発に反対する人々の苦しみをインド全土で分かち合い連帯を強めようとする、2週間にわたる抗議活動への呼びかけも表明された。 |
5 | যারা আনবিক শক্তি কেন্দ্র স্থাপনের বিরোধীতা করছেন, তাদের সমর্থনে চলতি সপ্তাহে সারা ভারত জুড়ে পক্ষকালব্যাপী প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়েছে। | 10月14日(日)、Revolutionary Democratic Front(革命民主戦線)が声明を発表し、タミル・ナードゥ州クダンクラム原子力発電所に対する全インド現地調査チームメンバーの逮捕および不当拘束を非難した。 |
6 | ১৪ অক্টোবর, রবিবার রেভলুশনারী ডেমোক্রেটিক ফ্রন্ট প্রতিবাদকারীদের বিনা বিচারে আটক রাখার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। | 調査チームは10月12日、クダンクラムから20キロ離れたナングネリにて、「不法な集会」を開いたとして拘束された。 |
7 | তারা একই সঙ্গে তামিল নাডুর কোডানকুলাম আনবিক শক্তি কেন্দ্রে যাওয়ার পথে অল ইন্ডিয়ান ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যদের বন্দী করার ঘটনাটিরও নিন্দা জানিয়েছে। | 終日の拘束の後、警察は彼らを Criminal Law Amendament Act(刑法修正法)の様々な条項に基づいて逮捕した。 |
8 | গত ১২ অক্টোবর ‘অবৈধ গণসমাবেশ' করায় কোদানকুলাম থেকে ২০ কিলোমিটার দূরে নানগুনেরি এলাকাতে তাদের আটক করা হয়। | 調査チームメンバーはパーライヤンコーッタイ刑務所に収容されている。 |
9 | একদিনের আটকাদেশ শেষে পুলিশ অপরাধ আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করে। | 声明には以下のように述べられている。 |
10 | অল ইন্ডিয়ান ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যদের পালায়ামকোটাই জেলে রাখা হয়েছে। সংহতির মতে: | 現在、クダンクラムの人々は、家庭や暮らしを侵食している原子力発電所に反対して、数か月にわたり勇敢に戦い続けている。 |
11 | কোদানকুলাম এলাকার জনগণ সাহসের সাথে আনবিক শক্তি কেন্দ্র বিরোধী আন্দোলনে লড়েছে। | 住民は、この原発が周辺地域の安全に対し甚大なリスクをもたらし、環境へも危険を及ぼすのではないかと、至極まっとうな疑念や心配を抱いている。 |
12 | মাসজুড়েই তারা তাদের ঘরবাড়ি, ভিটেমাটি থেকে বের হয়ে এসেছে। | だが政府はそのような声に応える代わりに、抗議する人々を無慈悲に抑圧するという対応を取り続けている。 |
13 | আনবিক শক্তি কেন্দ্রের ফলে চারপাশে নিরাপত্তা ইস্যু, পরিবেশগত বিপর্যয়ের ভয়-সহ মানুষজনের দাবি দাওয়া তো সরকার মেনেই নেয় নি, উল্টো নিষ্ঠুরভাবে জনগণের আন্দোলনকে প্রতিহত করেছে। | 政府が今回の現地調査チームを制止し抑圧しようとしていることにも、クダンクラムの状況やそこで行われている様々な抗議運動について、意見を出されることはもちろん、知られることすら避けたいという思惑がはっきりと表れている。 |
14 | সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের লোকজনকে ঘেরাবদ্ধ করে দমন করেছে। | 政府は、クダンクラム原発に反対して戦っている人々への連帯と支援を示すあらゆる声を威圧・抑圧しようとしているだけなのだ。 |
15 | এর মাধ্যমে বোঝা যায়, সরকার চায় না জনগণ এ বিষয়ে কথা বলুক। এমনকি কোদানকুলামের সঠিক অবস্থা জানুক। | インド中の抗議活動家たちが、反原発キャンペーンへの連帯を示し、クダンクラムへ署名を送った。 |
16 | সরকার এও চায় না জনগণ নির্ভীকভাবে আন্দোলন করুক। সরকার চাইছে সেখানে ভীতি প্রদর্শন করতে। | 写真提供: Dipti Desai (C) Demotix (2012年3月15日) |
17 | এবং যেসব সহমর্মী মানুষ এগিয়ে এসেছেন, আনবিক শক্তি কেন্দ্র বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন তাদের টুঁটি চেপে ধরতে। আনবিক শক্তি কেন্দ্র বিরোধী প্রচারণার সমর্থনে প্রতিবাদকারীরা সারাদেশ থেকে স্বাক্ষর পাঠান। | 同じ14日(日)には、ケララ州のSocialist Janata (Democratic) Party(社会主義ジャナタ党(民主派))も、タミル・ナードゥ州クダンクラムの原子力発電プロジェクト案への反対行動を呼びかける人々への支持を表明した。 |
18 | ছবি তুলেছেন দীপ্তি দেশাই। | 抗議活動をしていた女性たちは今もなお刑務所に収容されている。「 |
19 | কপিরাইট ডেমোটিক্স (১৫. | 獄中より、クダンクラムの女たち-私たちはここにいると伝えてください!」 |
20 | ০৩.২০১২)। রবিবারে কেরালার সোশ্যালিস্ট জনতা পার্টি তামিল নাডুর কোদানকুলাম প্রকল্পের বিরোধী জনতাকে সমর্থন জানিয়েছে। | と銘打たれた投稿の中で、Anitha S.は以下のように書いている。 |
21 | আন্দোলনে মেয়েদেরকেও জেলে পোরা হচ্ছে। | Xavierammaは次のように言っている。「 |
22 | আনিতা এ বিষয়ে একটি পোস্ট লিখেছেন। | 私たちがここにいるのは、危険で非経済的な原子力発電所が世界にこれ以上現れないようにするためなのです。 |
23 | পোস্টটির শিরোনাম- জেল থেকে কোদানকুলামের নারীরা: সবাইকে বলি আমরা এখনও জেলে আছি! | 非常に多くの人たちが、インドのあちこちで、原発に抗議の声をあげていることを私は知りました。 |
24 | জাভিয়ারামা বলেন, “আমরা এখানে আছি, কারণ পৃথিবী আর কোনো আনবিক শক্তি কেন্দ্র দেখতে চায় না। | 単に自分たちの陸地や海を失うということではないのです。 |
25 | এগুলো বিপদজনক এবং বেহিসাবি… আমি দেখেছি, দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য লোক এর প্রতিবাদ করছেন। | 命そのものが危険にさらされる場所を作り出してしまうということなのです。 |
26 | এটা শুধুমাত্র তাদের জমি এবং সাগর হারানোর বিষয় নয়। | そんな場所に誰が暮らしたいと思うのでしょう?」 |
27 | এটা এমন একটি জায়গা তৈরির ব্যবস্থা যেখানে তাদের জীবন বিপদজনক হয়ে উঠতে পারে। | 別の女性Selviは語る。「 |
28 | আপনি বলুন, এমন একটা জায়গায় কে থাকতে চাইবে?” অন্য একজন নারী সেলভি বলেন, “এটা শুধু আমাদের সংগ্রামের অংশ নয়। | 反原発闘争の一員となるまでは気づかなかったことですが、自分が願うように生きる権利を確立しようとすること、伝統的な暮らしを追求すること、更には住民との協議を経ることもなく遂行されている活動に対し疑問を呈することは、犯罪や反政府的扇動を行っているのに等しかったのですね。」 |
29 | এটা আমরা উপলদ্ধি করেছি, চেষ্টা করছি নিজেদের মতো করে, আবহমানকাল ধরে যেভাবে জীবনযাপন করে এসেছি সেভাবে বাঁচতে। | Sundariが言うように、「私たちは同じきっかけでここにいるのです-私たちは世界のためにここにいるのです。」 |
30 | জনগণের সাথে কোনোরকম পরামর্শ ছাড়াই তারা আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে, এটাকে অপরাধ তুল্য ও রাজবৈরী ভেবেছে।” | 塀の中の女性たちは、身体こそコンクリートと鉄の柵の中に閉じ込められているものの、塀の中に、ここに、自分がいるのだということを世界に知ってもらいたいと思っている。 |
31 | সান্দারি বলেন, “আমরা এখানে এসেছি একটা সাধারণ কারণে- পৃথিবীর জন্য আমরা এখানে এসেছি।” | 「私たちはここにいると伝えてください。」 |
32 | তারা পৃথিবীবাসীকে বলতে চায়, তারা সেখানে আছে। | 彼女たちはいまだティルッチラーッパッリ女子刑務所の中にいる。「 |
33 | তারা কংক্রিট এবং লোহায় আবদ্ধ লক আপে আছে। “সবাইকে বলো আমরা এখনও এখানে আছি।” | 人類の発明史上最悪の有毒物質がない」世界を、という自分たちの未来図を持ち続けて。 |
34 | তারা এখনও “মানুষের আবিস্কৃত সবচেয়ে ক্ষতিকারক টক্সিক মুক্ত” বিশ্বের স্বপ্ন নিয়ে ট্রিচাইয়ের নারী জেলে বন্দি আছে। | 校正:Chise Hashimoto,Takashi Ota |