# | ben | jpn |
---|
1 | এমন এক আফগানিস্তানের ছবি তুলে ধরা হচ্ছে যা আপনারা কখনো দেখেননি | あなたが知らないアフガニスタン、Hashtagで共有 |
2 | দশকের পর দশক ধরা চলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদ - এর একটি স্থান হিসেবে পরিচিত আফগানিস্তান বিশ্বের অন্যতম এক বিপজ্জনক এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। | 数十年にわたる戦争やテロ行為により、アフガニスタンは、世界でも最も危険な国として位置づけられている。 |
3 | ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর দেশটি উন্নতি করা সত্ত্বেও, বেশীর ভাগ প্রচার মাধ্যম আফগানিস্তান বিষয়ে অনেকটা একগুঁয়ে মনোভাবের সাথে নেতিবাচক বিষয়, যেমন বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এবং মৃতদের সংবাদ তুলে ধরায় মনোযোগ প্রদান করে। | 2001年のタリバン政権崩壊後アフガニスタンが遂げた国家発展にもかかわらず、アフガニスタンについて報道するほとんどのメディアは、 爆撃や自爆テロ、死傷者などの悲観的な事件に頑なに注目する。 |
4 | এই সমস্ত প্রচার মাধ্যম, প্রচারিত সংবাদে আতঙ্ক ছড়ানো ছবি প্রদর্শন করে, যার ফলে অনেক নাগরিক যুদ্ধে ক্ষতবিক্ষত কিন্তু সুন্দর এই দেশটিতে আর কখনোই বেড়াতে আসার ইচ্ছে পোষণ করে না। | これらのメディアが伝えるのは、戦争に疲弊した国の姿であり、アフガニスタンの美しさを表現することはない。 |
5 | আর এ কারণে ব্রিটেনের এক ফ্রিল্যান্স সাংবাদিক এবং ফটোগ্রাফার এ্যান্টোনি লাভলেস-এর কাজ অনেক বেশী আলাদা। | それにより、多くの人々はアフガニスタンを訪れてみたいとは思わなくなる。 |
6 | মার্চ ২০১২ থেকে লাভলেস টুইটারে তার আফগানিস্তান ভ্রমণের ছবি পোস্ট করে আসছে। | イギリス人フリーランスジャーナリスト兼フォトグラファーの アンソニー・ラブレスの発信する情報は全く違う。 |
7 | আর এর জন্য তিনি #দিআফগানইউনেভারসি নামক হ্যাশট্যাগ তৈরী করেছেন। | 2012年3月以降、ラブレスは 彼自身が作ったハッシュタグ#TheAfghanistanYouNeverSeeを使い、 アフガニスタンの旅で撮影した写真をツイッター上に投稿している 。 |
8 | এই হ্যাশট্যাগের বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন: | ハッシュタグに関するグローバル・ボイスとのインタビューで、ラブレスは以下のように述べている。 |
9 | সাম্প্রতিক বছরগুলোতে তিনবার আফগানিস্তান যাত্রার সময় তোলা ২,০০০ ছবির একটি পোর্টফোলিও আমি তৈরী করেছি এবং সেগুলোর চিহ্ন রেখেছি, আমি বরঞ্চ আকারে বড় একটি জটিল হ্যাশট্যাগ তৈরী করেছি [#দিআফগানইউনেভারসি]। | 私は、3度におよぶ近年のアフガニスタン旅行で撮影した2000 枚を超える写真を元に、ポートフォリオを作成しましたが、それらの写真を記録するために、かなり大きな「# TheAfghanistanYouNeverSee」 というハッシュタグを思いつきました。 |
10 | লেকের পাড়ের মেয়েটি। | 湖に入る少女。 |
11 | ক্ষমাহীন মধ্য দুপুরে তপ্ত সূর্যের নীচে একটু শীতল শান্তির জন্য লেকে অবগাহন। ছবি এ্যান্টোনি লাভলেসের। | 容赦なく照りつける真昼の太陽の下で、湖に身を浸し暑さをしのいでいる。 |
12 | অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। সবুজ আফগান ভূমি, হেলমন্দ নদী তীরবর্তী উর্বর, আবাদ করা এক অঞ্চল। | 写真:アンソニー・ラブレス(許可を得て掲載) |
13 | ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | ヘルマンド川渓谷に沿って耕作された、 肥沃な土地が広がるアフガニスタンの「緑地帯」。 |
14 | দক্ষিণ আফগানিস্তানের কাজাকি হ্রদের বিস্ময়কর সৌন্দর্য্য, চিনুকের রাজকীয় বিমান বাহিনীর বিমান থেকে দেখা। | 写真:アンソニー・ラブレス(許可を得て掲載) |
15 | ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | イギリス空軍チヌーク型ヘリコプターから見た、 驚くほどに美しいアフガニスタン南部のカジャキ湖 。 |
16 | রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) সার্জেন্ট এ্যালেক্স ফোর্ড লাভলেসের হ্যাশট্যাগটিকে গ্রহণ করেছে, যে কিনা আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ছয় মাস কাটিয়েছে। | 写真:アンソニー・ラブレス(許可を得て掲載) |
17 | এই হ্যাশট্যাগ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রদান করতে গিয়ে ওয়্যারফেয়ার ম্যাগাজিন নামক পত্রিকায় ফোর্ড লিখেছে: | ラブレスのハッシュタグは、英国空軍(RAF) の軍曹であるAlex Fordにより取り上げられた。 |
18 | আমরা প্রায় ১১ বছর আফগানিস্তানে যুক্ত আছি, এবং এখানে দেশটিকে এক রণাঙ্গন-এর চেহারায় দেখা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। | Fordは、2011年に6ヶ月間アフガニスタンのヘルマンド州に駐屯した経験を持つ。 |
19 | কিন্তু সাধারণত ওই সমস্ত ছবি সেখানকার সংঘর্ষের আরো খারাপ এক চেহারা তুলে ধরার প্রবণতা সৃষ্টি করে। | Fordはこのハッシュタグへの考え方に共感し、イギリスの軍用雑誌Warfare Magazineへ以下の文章を 掲載している。 |
20 | অট্টন বসসাত অথবা ব্রিজ নর্টন-এর মাধ্যমে আসা পতাকা ঢাকা কফিনের ছবি…, একটি হাসিমুখের সৈনিক-এর ছবি, কিন্তু এই ছবির নীচে একটি তারিখ প্রদান করা থাকে, যে তারিখে এই সৈনিকটি মৃত্যু বরণ করেছে। | 英国空軍がアフガニスタンと関わってもうすぐ11年になるが、今ではアフガニスタン戦争の映像を目にするのは当たり前になっている。 |
21 | বেদনাদায়ক ভাবে বেশীর ভাগ ব্রিটিশ নাগরিক, যারা এই সমস্ত যুবাদের সমর্থন করে এবং যাদের এ মাটির প্রিয়তমা ভাবে, সেই সমস্ত নাগরিকদের সেখানে চলা যুদ্ধের প্রকৃত বাস্তবতা সম্বন্ধে কোন ধারণা নেই; আফগানিস্তানের আসল ঘটনা সম্বন্ধে। | しかしながら、大抵これらの映像には、旗で覆われた棺がウートン・バセットを通過したりブライズ・ノートンから運びだされる映像や、微笑む兵士の写真が映っているものの、字幕にはその兵士の死亡日が記されている映像など、アフガニスタン戦争の負の側面を伝えるものがより多い傾向にある。 |
22 | স্থানীয় শিশুরা পারাসদের (প্যারাসুট ট্রুপার) সাথে আলাপের জন্য প্রস্তুত, যারা হেলিকপ্টার অবতরণ এলাকা ত্যাগ করছে। | 悲しむべきことは、イギリスのアフガンへの軍隊派遣を支持する英国人の大半には、アフガニスタンのストーリー、すなわち現地で起こっている戦争の話に対するきちんとした理解がないということだ。 |
23 | ছবি এ্যালেক্স ফোর্ড-এর। | ヘリコプター着陸場から移動中の空挺部隊員達に話しかけようとしている地元の少年たち。 |
24 | অনুমতিক্রমে প্রকাশিত। | 写真:Alex Ford(許可を得て掲載) |
25 | একটি শ্রেনী কক্ষে ইউনেসেফ-এর প্রদান করা বই এবং পেন্সিল হাতে শিশুরা। | ユニセフから寄付された本と筆記用具を手に教室でポーズを取るアフガンの子供たち。 |
26 | ছবি এ্যালেক্স ফোর্ড-এর। | 写真:Alex Ford(許可を得て掲載) |
27 | অনুমতিক্রমে প্রকাশিত। | このハッシュタグは人気のフォトタグになった。 |
28 | যারা আফগানিস্তান ভ্রমণের ছবি সবাইকে প্রদর্শন করতে চান তাদের জন্য এই হ্যাশট্যাগ সেই সমস্ত ছবি যুক্ত করার একটি জনপ্রিয় ক্ষেত্রে পরিণত হয়েছে, যা কিনা প্রচলিত প্রচার মাধ্যমে খুব কমই দৃশ্যমান হয়। | というのは、アフガニスタン国外の人々にとっては、一般メディアではめったに見られないような写真が、アフガニスタン旅行者から投稿されているからだ。 |
29 | দৃশ্যত আফগান কিশোর ক্যামেরার সামনে। | 撮影の準備ができた様子のアフガニスタン人の少年。 |
30 | ছবি স্টিভ ব্লাকের। অনুমতিক্রমে প্রকাশিত। | 写真:Steve Blake(許可を得て掲載) |
31 | সম্প্রতি, আফগানিস্তানের এক ভিন্ন চেহারা তুলে ধরার জন্য আফগানিস্তানের ফটোগ্রাফার ইকবাল আহামাদ অরুজগানিও এই হ্যাশট্যাগের অধীনে ছবি পোস্ট করতে শুরু করেছে। | 最近では、アフガニスタンの写真家であるIqbal Ahmad Oruzganiも、このハッシュタグを使って写真を投稿し、異なる視点からアフガニスタンの様子を紹介し始めた。 アフガニスタン中央部のDaikundiにて、数十人のカップル対象に行われた集合結婚式の様子。 |
32 | মধ্য আফগানিস্তানের দাইকুন্দিতে এক সাথে দশ জন বরবধুর এক গণ বিয়ে। | 集合結婚は各家族の結婚式費用を抑えることができるため、アフガニスタンで非常に人気のある結婚式の形態となりつつある。 |
33 | এক সাথে অনেকগুলো বিয়ের আয়োজন এই দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর ফলে প্রতিটি পরিবারের বিয়ের খরচ কমে আসে। | 写真:Iqbal Ahmad Oruzgani(許可を得て掲載) |
34 | ছবি ইকবাল আহমাদ অরুজাগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | 閉店している店の前で学校の教科書を読むアフガニスタン人の若い少女たち。 |
35 | আফগান কিশোরীরা একটি বন্ধ দোকানের সামনে বই পড়ছে। | 写真:Iqbal Ahmad Oruzgani(許可を得て掲載) |
36 | ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | Maidan Wardak州Behsud地方の冬景色。 |
37 | মাইদান অয়ারদাক প্রদেশের বেশুদ জেলার একটি শীতকালের দৃশ্য। | 写真:Iqbal Ahmad Oruzgani(許可を得て掲載) |
38 | ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | このハッシュタグにシェアされる写真にはどれも、何百ものツィッター利用者から多くのリツイートがよせられ、写真家には大勢のファンができた。 |
39 | এমনকি এই হ্যাশট্যাগের অধীনে প্রদর্শন করা ছবি, শত শত টুইটার ব্যবহারকারী পুনরায় টুইট করেছে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা অনেক দর্শক লাভ করেছে। | グローバル・ボイスとのインタビューでアンソニー・ラブレス は以下のように述べている。 |
40 | গ্লোবাল ভয়েসেস এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন: | このハッシュタグは今までで最も効果を発揮したツイッターのタグ だと、 数え切れないほどのツイッター利用者からコメントを頂きました。 |
41 | অজস্র টুইট বলছে যে এটা টুইটার যে কোন সময়ের একটি হ্যাশট্যাগের এক সেরা ব্যবহার,আর আমি বর্তমানে এই হ্যাশট্যাগের বিষয়ের ভিত্তিতে একটি বই তৈরীর আলোচনা শুরু করছি, যখন অজস্র নাগরিক তা কেনার আগ্রহ দেখিয়েছে। | また、多くの方々からこのハッシュタグに関する本の購入を希望する旨をお知らせいただいたので、現在、本の出版に向けて話を進めている最中です。 |