# | ben | jpn |
---|
1 | এটা কোন রসিকতা নয়ঃ সৌদি আরবে তুষার মানব তৈরীর উপর নিষেধাজ্ঞা জারি করে নতুন ফতোয়া প্রদান | マジですか。 サウジの新しい宗教令、雪だるま作りを禁止 |
2 | সৌদি আরবের এক ব্যক্তি তুষার মানবের সাথে কফি পান করছে। | 雪だるまとお茶(アラビアコーヒー)を飲むサウジ人。 |
3 | ছবি টুইটারে প্রদান করেছে @আলতেহকাইয়ার | @Aalthekairによるツイッター上の写真。 |
4 | সৌদি আরবের এক ইমাম ঘোষণা প্রদান করেছেন যে তুষার মানব এবং বরফের উট নির্মাণ ইসলামে গ্রহণযোগ্য নয়। | サウジアラビアの法学者が、雪だるまの人物像やラクダ像を作ることはイスラム教では容認できないとする法令を出した。 |
5 | মোহাম্মদ সালেহ আল মিনিজেদ-এর প্রদান করা ফতোয়াকে (ধর্মীয় মতামত) অনেকে আনন্দ মাটি করার বিষয় হিসেবে দেখছে, বিশেষ করে সৌদি আরবের উত্তরের নাগরিকরা বরফ দিয়ে তৈরী করা তাদের শৈল্পিক সামগ্রীর ছবি অনলাইনে তুলে ধরার পর। | ムハンマド・サラ・アル・ ムナジド師の出したこのファトワ(宗教令)のおかげで、楽しみがぶち壊されたと感じている人は多い。 ことにサウジ北部では、人々が芸術的な雪像を作ってネットに公開し始めたところだったから。 |
6 | যা আল মিনিজেদ-এর ওয়েবপেজে-এর পাতায় প্রকাশিত এই ফতোয়া অনুসারে [আরবি ভাষায়] যারা ভাস্কর্য নির্মাণ করে তাদের শাস্তি পাওয়া উচি। | このファトワはアル・ムナジド師のホームページ上で発表されたが、それによると、誰であろうと彫像を作る者は罰せられる。 |
7 | তিনি বলেন তুষার মানব নির্মাণ নিষিদ্ধ কারণ “তাদের মানবের মত চেহারা প্রদান করা হয়, যাদের চোখ নাক এবং মাথা থাকে”। | 雪だるまは「目鼻や頭を備えた、人の似姿」を作ることになるため、処罰の対象だという。 |
8 | তিনি এর সাথে যোগ করেন যদি কেউ তুষার মানব গড়তে চায়, তাহলে অবশ্যই তার মাথা থাকা উচিত নয়। | 師はまた、雪だるま作りをやめない者は打ち首に処すべきだと言い添えている。 |
9 | এই ফতোয়ায় যা বলা হয়েছে : | ファトワはこう締めくくられている。 |
10 | “ বরফ দিয়ে ভাস্কর্য বানানো নিষিদ্ধ, এমনকি আনন্দ এবং বিনোদনের জন্য হলেও। | 「たとえ楽しみや遊びの目的であっても、雪像を作るのは禁じられている。 |
11 | মানুষকে যা করতে চায় সৃষ্টিকর্তা তাকে তাই বানানোর সুযোগ করে দিয়েছে, তিনি মানবকে আত্মা ছাড়া তা বানানোর সুযোগ করে দিয়েছেন, যেমন গাছ, জাহাজ, ফল, ভবন এবং এ রকম কিছু।” | それが魂のない物、例えば木や船、果物や建物といった物なら、何でも好きなものを作って構わない、と神はお許しになっている。」 |
12 | সৌদি ব্লগার আহমেদ আল ওমরান দ্রুত আমাদের স্মরণ করিয়ে দেন যে এই একই ইমাম ওয়াল্ট ডিজনির মিকি মাউসকে হত্যা করার ডাক দিয়েছিল: | サウジ人ブロガー、アーメド・アル・オムランは、この法学者が実は、以前ディズニーのミッキーマウス殺害を命じたのと同じ人物であることに、いち早く気付いて呼びかけた。 |
13 | দ্রুত মনে করিয়ে দেই:যে সৌদি ইমাম বলেছে তুষার মানব গড়া হারাম, সে সেই একই ব্যক্তি যে মিকি মাউসকে হত্যা করার আহ্বান জানিয়েছিল। | 速報:雪だるま作りはハラム(禁忌)だと言ったサウジの法学者は、ミッキーマウス殺害を命じたのと同一人物。 |
14 | ২০০৮ সালে ঘটনা, সে সময় এক টেলিভিশন সাক্ষাৎকারে মিনিজেদ সকল প্রকার ইঁদুর (তীক্ষ্ণ দন্ত) জাতীয় প্রাণী হত্যার ডাক দেন, যার মধ্যে মিকি মাউসও ছিল। | かつて2008年にムナジド師はTVのインタビューで、ミッキーマウスも含め、ネズミは皆殺しにせよと説いていた。 |
15 | এই ফতোয়া সৌদি নাগরিকদের বরফের তৈরী সৃষ্টিশীল কাজ অনলাইনে তুলে ধরার বিষয়টিকে থামাতে পারেনি। | それでも、サウジの人たちは雪だるま作品をネットに上げるのをやめなかった。 |
16 | টুইটারে আরওয়া ফ্লেমবান দুটি ছবি প্রদর্শন করছে, যার একটি উটের, অন্যটি এক তুষার মানবের: | ツイッター上で、Arwa Flembanは雪ラクダのと雪だるまのと、2枚の写真を公開している。 |
17 | সৌদি তুষার মানব, এবং সৌদি উট। | サウジの雪だるま、それに雪ラクダ |
18 | ওম বাসেইয়াল৩বিএল নামের একজন ব্যবহারকারী আমাদের দেখাচ্ছে যখন এক সৌদি নাগরিক তুষার মানব তৈরী করে তখন কি ঘটে: | 通称Om Bsayl3blという別のユーザーは、サウジ人が雪だるまを作るとどうなるかを見せている。 |
19 | যখন এক সৌদি নাগরিক তুষার মানব তৈরী করে। | サウジ人が雪だるまを作ったら |
20 | এবং আহমেদ আল তেহকিয়ার এক তুষার মানব ও মানবীর ছবি প্রদর্শন করেছেন এবং তাদের স্বামী ও স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে : | そしてAhmed Althekairは、雪だるまの男女の写真を公開し、二人は夫婦だと発表している。 |
21 | সৌদি আরবের বিবাহিত তুষার মানব এবং মানবী। | サウジアラビアのスノーマンとスノーウーマン、ご結婚。 |
22 | ফিলিস্তিনি ব্লগার আইয়াদ এল বাগদাদি এক সিরিজ টুইটে মিনিজেদকে এমন এক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে যে “অন্যের আনন্দ মাটি করে”। সে লিখেছে: | パレスチナ人ブロガーのイヤド・エル・バグダディは、一連のツイートの中でムナジド師のことを「盛り下げ屋(buzzkill)」と表現して、こう書いている。 |
23 | সৌদি আরবের উত্তর প্রান্তে প্রবলভাবে বরফ পড়ছে, কাজে কিছু পণ্ডিত তুষার মানব তৈরীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। | サウジアラビア北部で少し雪が降ったので、ある「イスラム法学者」が雪だるま作り禁止のファトワを出しました。 |
24 | “ইসলামপন্থী”, আনন্দ মাটি করা ব্যক্তি আল মুনজিদের মতে, তুষার মানব গড়া পশ্চিমের অনুকরণ এবং প্রতিমা পূজার কাছাকাছি। | 「イスラム教的」盛り下げ屋アル・ムナジドによれば、雪だるま作りは「西洋の模倣」であり、偶像崇拝に類するんだそうな。 |
25 | কারণ আপনি জানেন, আমাদের বিশ্বাস এত দূর্বল যে যদি আমরা একটি তুষার মানব তৈরী করি, তাহলে এটিকে আমরা দেবতা বলে ভুল করব এবং তার পূজা বা এরকম কিছু করব। | ご存じのとおり、我々は信仰心がとっても弱いから、雪だるまなんか作ったら、うっかり神様と間違えて拝み始めたりしちゃうかもね。 |
26 | আমি একই সাথে তার এই অংশটি পছন্দ করেছি যে কি ভাবে আমরা পশ্চিমের ভাল বিষয় যেমন বিজ্ঞান ও প্রযুক্তি অনুকরণ করব, কিন্তু হুম …তুষার মানবের মত খারাপ বিষয় নয় | 科学技術といった西洋の善きものはいかに真似るべきか、という部分も結構好きなんだ。 |
27 | আর এই বিষয়টি বলার প্রয়োজন নেই যে সকল সৌদি নাগরিক এটাকে ভালভাবে গ্রহণ করেনি | 悪しきものは真似るべからず、って、あ、これ雪だるまのことだね。 |
28 | ফ্যাশান স্লেভ উল্লেখ করেছে : | そして言うまでもないが、このファトワと相容れないサウジ人もいる。 |
29 | যখন কয়েকজন ব্যক্তি ফ্রান্সে এবং অন্যেরা গোল্ডেন গ্লোব কি ঘটেছে তা নিয়ে ব্যস্ত ছিল, তখন এক ইমাম এক ফতোয়া নিয়ে হাজির হয়, যেটিতে সে বলছে যে তুষার মানব গড়া নিষিদ্ধ। | Fashion Slave(流行の虜)は言う。 フランスの流行をせっせと追う人もいれば、ゴールデングローブ賞を追う人もいるっていうのに、突然イスラム学者がファトワを出して雪だるま作りは禁止だなんて。 |
30 | নিজের গর্তে ফিরে যান। | 引っ込んでろっての。 |
31 | আপনি কেবল মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। | どうせ目立ちたいだけでしょ。 |
32 | আবীর নামক ভদ্রমহিলা এতে এতটাই ক্রুদ্ধ যে তার মতে সৌদি আরবে সব নিষিদ্ধ হয়ে যাক, সে বলছে: | ミズ・アビールは、サウジアラビアでは何もかも禁止されると苛立って、こう言っている。 |
33 | এই দেশে সকল কিছু নিষিদ্ধ। | この国では何もかも禁止されてる。 |
34 | ঘটনাক্রমে এক সময় তুষার মানব গলে যায়। | いつかは溶けるものじゃない。 |
35 | আপনারা চান না, আমরা মজা করি। | 私たちを楽しませたくないだけよね。 |
36 | এখন আমরা মস্তকবিহীন তুষার মানব বানাবো যাতে তারা খুশি হয়। | 連中の気のすむようにしようと思ったら、首なし雪だるまを作んなきゃなんないわ。 |
37 | আরেকজন ব্যক্তি যৌক্তিক হওয়ার চেষ্টা করেছে : | 説得を試みるユーザーもいる。 |
38 | কি? | 何それ? |
39 | তুষার মানব গড়া নিষিদ্ধ এই ফতোয়া কে জারি করল? | 雪だるま作り禁止なんてファトワ、誰が出したの? |
40 | আমাদের প্রতি দয়া করুন। | お願い、勘弁してよ。 |
41 | আপনারা সকল কিছু নিষিদ্ধ করছেন। | 何もかも禁止しちゃってるじゃない。 |
42 | ধর্ম এ রকম নয়। | 宗教ってそういうものじゃないよね。 |
43 | আর এর মধ্যে আপনার জন্য কি এমন ক্ষতিকর বিষয় রয়েছে, যার ফলে একে আপনারা নিষিদ্ধ করতে চাইছেন। | それに、禁止するほどの害がどこにあるっていうの。 |
44 | এটা কেবল বিনোদনের এক বিষয়। | ただの遊びでしょ。 |
45 | যদি এক তুষার মানব গড়ায় তা সৌদি আরবে ভ্রূকুঞ্চন সৃষ্টি করে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে যারা আইএস-এর তথাকথিত রাজধানী সিরিয়ার আর রাক্কাতে তুষার মানব গড়ার দুঃসাহস প্রদর্শন করেছে বলে সংবাদ পাওয়া গেছে। | もし、サウジアラビアで雪だるま作りが罰あたりなことなら、ラッカで雪だるま作りに挑んだという誰かさんはどんな目に遭ったことやら。 ラッカは、「イスラム国」が首都と称している、シリアの都市である。 |
46 | অনলাইনে পাওয়া ছবি আমাদের দেখাচ্ছে এক তুষার মানব আইএস-এর পতাকা নাড়ছে: | ネット上に漂う写真を見ると、雪だるまが「イスラム国」旗を振っている。 シリアのラッカにて作られたとされる雪だるま |
47 | সম্ভবত সিরিয়ার শহর আর-রাক্কার তুষার মানব | 校正:Junpei Ichikawa |