# | ben | jpn |
---|
1 | মিশরিয়রা মুরসোলিনির নিপাত চায় | エジプト:打倒!” |
2 | কায়রো শহরের কেন্দ্রস্থল মিশরিয় বিপ্লবের ইপিআই-কেন্দ্র, তাহরির স্কয়ারে মিশরিয়রা আবার ফিরে এসেছে। | モルソリーニ”! |
3 | সেখানে তাঁরা তাঁদের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জোর করে ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। | 人々はカイロの中心部でありエジプト改革の中心地でもあるタハリール広場に戻り、大統領の辞任を要求して抗議した。 |
4 | তড়িঘড়ি করে তৈরী করা যে খসড়া সংবিধানটি (নভেম্বর ৩০,২০১২) ঘোষণা করা হয়েছে সেটাও তাঁরা এই প্রতিবাদে অন্তর্ভুক্ত করেছে। | その場所はモハムド・モルシ自身が大統領に選出された場所でもある。 |
5 | এটি লিখেছে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ। | 彼らの抗議は本日(2012年11月30日)発表された、イスラム主義勢力によって練られた拙速な憲法草案に対しても行われている。 |
6 | এই খসড়া সংবিধানটি মিশরের শাসনতন্ত্রে এবং ধারাগুলোতে নতুন শরিয়া আইন যোগ করেছে, যেখানে নারীদের বাকস্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। | この新たな草案は、旧エジプトの政府システムを反映させた草案で、女性の権利と言論の自由を侵害する条項を含んでいる。 |
7 | প্রতিবাদকারীরা আট দিন আগেই রাজপথে ছুটে যায়, যখন মুরসি ঘোষণা দিয়েছিলেন আদালত তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে না। | 大統領の決定を裁判所が覆すことはできないとするなど、モルシ大統領が司法の無効化を発表したことをうけ、デモ隊は8日前、街に繰り出した。 |
8 | এই ঘোষণা দিয়ে তিনি মূলত বিচারবিভাগের কার্যকারিতা নষ্ট করে দেন। | その際に、デモ隊は裁判所に彼の決定を許してはならないと訴えた。 |
9 | ফলশ্রুতিতে মিশরিয়রা রেগে যায় এবং তাহরির স্কয়ারে সহিংস প্রতিবাদ জানায়। | こうした怒れるデモ抗議者達はタハリール広場に大勢で結集し、新たなファラオとムスリム同胞団が力を掌握しすぎていることに対して抗議した。 |
10 | তাঁরা মুরসিকে মিশরের নতুন ফারাও বলে আখ্যা দেয় এবং তাঁরা মনে করে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুড খুব বেশী ক্ষমতা অধিকার করে নিচ্ছে। | ブロガーの Lilian Wagdy は 今日のタハリールの様子を彼女の flickr でシェアしている。 |
11 | ব্লগার লিলিয়ান ওয়াগজি আজ তাহরির স্কয়ারে ছিলেন এবং তাঁর ফ্লিকার অ্যাকাউন্টে নিচের ছবিগুলো শেয়ার করেছেন। | 多くの人々がモルシをエジプトの新しいファラオと呼び、ムッソリーニとヒトラーなどの独裁者との類似を指摘している。 |
12 | অনেকেই মুরসিকে মুসোলিনি ও হিটলারের মতো স্বৈরশাসকদের সাথে তুলনা করে তাকে মিশরের নতুন ফারাও বলে ডাকছেন। | ネチズンの間ではモルシ(Mursi)とムッソリーニ(Mussolini)の名をもじって掛け合わせた、モルソリーニ(Mursolini)という呼び名が定着している。 |
13 | নেট নাগরিকদের মধ্যে তিনি মুরসোলিনি নামে সমধিক পরিচিত। | Wagdy が今日の抗議の様子の写真をシェアしている。 |
14 | এই নামটি তাঁর ও মুসোলিনির নাম যোগ করে তৈরী করা হয়েছে। | ファラオに扮したデモ隊もいる。 Mursolini- モルシがムッソリーニとヒトラーの仲間として描かれている。 |
15 | আজকের প্রতিবাদ থেকে ওয়াগজি এই ছবিটি শেয়ার করেছেন, যেখানে একজন প্রতিবাদকারী ফারাওদের মতো পোষাক পরেছেনঃ মুরসোলিনি - মুরসি, হিটলার ও মুসোলিনির মধ্যে তুলনা করা হচ্ছে। | 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
16 | ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | 抗議者達が持った横断幕にはこう書かれている。 |
17 | ০) এর অধীনে ব্যবহৃত । | [ar] |
18 | প্রতিবাদকারীদের হাতে বহন করা ব্যানারগুলোতে লেখা আছে [আরবি]: | 独裁者には NO と言おう。 |
19 | একনায়ককে না। | モルシのルネッサンスはヒトラーのルネッサンスとまったく同じだ。 |
20 | মুরসির নবজাগরণ একেবারে হিটলারের নবজাগরণের মতোই। | 絶対的な支配力は完全な汚職だ。 |
21 | স্বেচ্ছাচারী ক্ষমতা মানেই স্বেচ্ছাচারী দূর্নীতি। | ある人は、無知の終焉を求めている。 |
22 | অন্যরা চায় এই অজ্ঞতার সমাপ্তি ঘটুকঃ | この抗議者は「無知が終焉を告げた時初めて自由が機能する」と書かれたポスターを掲げている。 |
23 | একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ যেখানে অজ্ঞতার সমাপ্তি ঘটে সেখানে স্বাধীনতার শুরু হয়। | 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
24 | ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | またモルシがメンバーを率いるムスリム同胞団の勢力拡大を批難する人もいる。 |
25 | ০) এর অধীনে ব্যবহৃত। | この抗議者は「ムスリム同胞団による侵略の撤退を。 |
26 | এবং অন্যরা প্রকাশ্যে মুসলিম ব্রাদারহুডের এই ক্ষমতা বৃদ্ধির নিন্দা করছে, যার নেতৃস্থানীয় সদস্য ছিলেন মুরসিঃ | そして自由な生活とエジプトの独立を」と書かれたポスターを持っている。 |
27 | একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ মুসলিম ব্রাদারহুডের অধিকার লঙ্ঘন থেকে মুক্ত হওয়া যাক। মুক্ত ও স্বাধীন এক মিশর দীর্ঘজীবি হোক। | 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
28 | ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | エジプト革命で亡くなった人々の精神は今日のデモに通じている。 |
29 | ০) এর আওতায় ব্যবহৃত। | Wagdy がこれらの写真をシェア。 |
30 | মিশরীয় বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মারাও আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছে। ওয়াগজি ঐ ছবিগুলো শেয়ার করেছিলেনঃ | デモ抗議者達が旗にデモで亡くなった人達の顔を載せて旗振っている様子 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
31 | প্রতিবাদকারীরা তাদের ব্যানারে সেইসব শহীদদের ছবিও তুলে ধরেছিলেন। ছবিটি দিয়েছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | タハリールにあるエジプト革命に関わって亡くなった人々の壁画 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
32 | ০ এর আওতায় ব্যবহৃত।) তাহরিরে মিশরীয় বিপ্লবের শহীদদের মুখাবয়ব নিয়ে তৈ্রী করা একটি ম্যুরাল। | 最後に、象徴的なタハリール広場での夜の座り込みの写真を掲載する。 |
33 | ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | タハリール広場。 |
34 | ০) এর আওতায় ব্যবহৃত। | 日が暮れても座り込みデモは続く。 |
35 | রাত বাড়া সত্ত্বেও তাহরিরে অবস্থানের এই মূর্তিমান ছবিটি দিয়ে আমরা এই ধারাবাহিকটি শেষ করছিঃ রাত বাড়লেও তাহরিরে অবস্থান নেওয়া প্রতিবাদকারীরা অনড়। | 撮影 Lilian Wagdy, used under (CC BY 2.0) |
36 | ছবিটি দিয়েছেন তুলেছেন ওয়াগজি, (সিসি বিওয়াই ২. | |
37 | ০) এর আওতায় ব্যবহৃত। | |