# | ben | jpn |
---|
1 | উত্তর কোরিয়া: মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে, এমনকি কিশোরদের মাঝেও উত্তর কোরিয়ার বাসিন্দা এবং সেখান থেকে পালিয়ে আসা ব্যক্তিদের বক্তব্যে জানা যাচ্ছে যে, উত্তর কোরিয়ায় মাদক ছড়িয়ে পড়ছে। | 北朝鮮:麻薬の蔓延、10代の間でも |
2 | একেবারে সম্প্রতি পাওয়া সংবাদে জানা যাচ্ছে, মাদক দ্রব্য কিশোরদের মধ্যে এক জনপ্রিয় উপহার হিসেবে ব্যবহার হচ্ছে এবং এমনকি সাধারণ মধ্যবিত্ত নাগরিকরা, প্রায়শ এর শিকার হচ্ছে। | 北朝鮮の消息筋や亡命者が、北朝鮮における麻薬の蔓延を証言している。 |
3 | উত্তর কোরিয়ার শাসক কিমের নীতি, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাদক পাচার কর। কিন্তু এই ঘটনাটি এখন দেশটিতে পাল্টা আঘাত হেনেছে এবং ইতোমধ্যে দেশটির জনস্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি করছে। | 直近の報告では、十代の間で麻薬は人気ある贈り物で、一般の中流階級の市民でさえもが頻繁に麻薬を乱用しているというのだ。 |
4 | আফিম তৈরিতে ব্যবহৃত পপি ফুলের ছবি। ছবি আলফেসগাসপারের, ক্রিয়েটিভ কমন্স ৩. | 麻薬取引による外貨獲得を目指した金政権の政策は裏目に出、既に荒廃していた人民の健康をさらに弱体化している。 |
5 | ০ অনুসারে ব্যবহার করা হয়েছে। ব্লগার푸른깃발(:নীল পতাকা) প্রচার মাধ্যমের একটি শাখায় কাজ করে, সে লিখেছে (কোরিয় ভাষায়) কি ভাবে নিষ্পাপ কিশোররা মাদকের শিকার হচ্ছে। | ケシの花の写真 撮影:アルヴェスガスパール CC3. |
6 | শিশুরাও এর বাইরে নয়। | 0 子供たちも例外ではない。 |
7 | তারা পপি গাছকে (পপি ফুল থেকে আফিম এবং হিরোইন জাতীয় মাদক দ্রব্য তৈরি হয়) “হোয়াইট বেলফ্লাওয়ার:” (বৈজ্ঞানিক নাম প্লাটিকোডান গ্রান্ডিফ্লোরাস) “ওষুধি সিগারেট” অথবা “বৈদেশিক মুদ্রা অর্জনের চারা” বলে অভিহিত করে। শাসকেরা পপি গাছের বীজ বোনা, সেটির চাষ করা এবং পপি সংগ্রহ করার জন্য শিশুদের জড়ো করে। | 金政権はケシ畑を「白いベルフラワー」(学名: Platycodon grandiforus)、「薬用煙草」、「外貨獲得用薬草」と呼び、ケシ株の種蒔き、栽培、収穫に子供たちを動員しているのだ。 |
8 | তারা শিশুদের এই কাজে ব্যবহার করতে পছন্দ করে, কারণ বয়স্করা প্রায়শ পপি চুরি করা বলে তারা মনে করে। একটি শিশুর বয়স যত কম হবে, ততই তার চুরি করার সম্ভাবনা কমে যাবে। | 大人はケシ泥棒を働く可能性が高いため、政権は子供たちを好むのだ。 |
9 | এই সব শিশুরা প্রায়শই ফোঁটা ফুল ছিড়ে ফেলে এবং নাস্তা হিসেবে পপি বীজ খায়। লোকজন অপরিশোধিত আফিম জরুরী চিকিৎসায় ওষুধ হিসবে ব্যবহার করে থাকে এবং তারা প্রায়শ পানিতে মিশিয়ে এই আফিম পান করে। | 幼ければ幼いほど、盗みを働く可能性は低いのである。 |
10 | যখন একটি শিশু দ্রুত এই মাদকের সাথে পরিচিত হয়ে উঠ, ততই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। ব্লগার, জু সুং হা-এর বর্ণনা তুলে ধরছে। | 子供たちは咲いた花の芽を引っ張ったりかじったりすることもあれば、ケシの種をおやつとして食べたりすることもある。 |
11 | জু সং হা, উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে। সে দক্ষিণ কোরিয়ায় এক সাংবাদিকে পরিণত হয়। | 生のアヘンは緊急時の薬品として使われ、頻繁に水に溶かして飲まれている。 |
12 | ডোঙ্গা ইলবো নামক দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল প্রচার মাধ্যমে সে এখন কাজ করছে। জু এখন নাম্বুক স্টোরি [কোরিয় ভাষায়] (서울에서 쓰는 평양 이야기, এই ব্লগের পুরো নাম পিয়ংইয়ং-এর ঘটনা যা সিউলে রচিত) নামক একটি ব্লগ পরিচালনা করে। | 麻薬に慣れるに従い、より多くの子供たちが徐々に中毒者になっていくのだ。 |
13 | এটি একটি বিখ্যাত ব্লগ, যার পাঠক সংখ্যা প্রায় ১ মিলিয়ন (১০ লক্ষ)। এই ব্লগ উত্তর কোরিয় সমাজের বিস্তারিত বর্ণনা প্রদান করে। | 北朝鮮から亡命してジャーナリストとなり、現在韓国の保守的な新聞である東亜日報で働くジュ・スンハの証言をこのブロガーは引用している。 |
14 | এই গাছটি যাতে কেউ চিনতে না পারে (যেন এটা এক সাধারণ গাছ), তার জন্য পপি চারাকে তারা “হোয়াইট বেলফ্লাওয়ার” নামে ডাকে এবং সবচেয়ে উর্বর জমিতে এর চারা লাগায়। জুলাই মাসে তরুণ ছাত্রদের শুকনা আফিম আলাদা করার আহ্বান জানানো হয় এবং এদের মধ্যে কয়েকজন গন্ধের কারণে একে আলাদা করতে সক্ষম হয়। | ジュは、北朝鮮社会を詳細に描き、百万人の登録者を有する有名なブログ、南北物語[ko](正式名:서울에서 쓰는 평양 이야기、ソウルで書く平壌物語)を運営している。 |
15 | প্যারামেডিক বা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা পপি ক্ষেতের কাছেই ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। পপির উপাদানকে আলাদা করার পর, এর ফলকে আলাদা করা হয়, বাদামের মত গন্ধযুক্ত এক ধরনের হলুদ বীজ সহ, যেগুলোর আকার অনেকটা বজরার মত। | (通常の薬草だと)作物を偽るために、ケシには「白いブルフラワー」という偽の名前が与えられてさえおり、最も肥沃な土地の一つに植え付けられている(・・・)7月、幼い学生たちがケシの分泌物の原液を抽出するために集められるが、胸の悪くなるようなケシの臭いに気を失う者もいる。 |
16 | এই পপি বীজ শিশুদের মাঝে হালকা নাস্তা হিসেবে জনপ্রিয় এবং এর কারণে অনেক শিশু আফিমে আসক্ত হয়ে পড়ছে। | ケシ畑の端に救急医療隊員が待っているのだ。 |
17 | উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে মনে করা হয়েছিল যে তারা মাদক পাচার নিয়ন্ত্রণ করবে। | ケシの分泌物を抽出した後、果実はナッツ風味で雑穀大の黄色の種と共に畑に残される。 |
18 | কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে, তারাই সবচেয়ে বড় মাদক পাচারকারী। | この種が子供達の間では人気のあるおやつとなり、多くがアヘン中毒になるのである。 |
19 | এনকে ইনসাইড, দক্ষিণ কোরিয়ার একটি ব্লগ, যে ব্লগ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। | 麻薬取引を統制するとされているはずの北朝鮮軍が最も熱心な麻薬商人だとも言われている。 |
20 | এই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা অবৈধভাবে পপি বা মাদক বিক্রি করছে। | 韓国のブログ、NKインサイドが北朝鮮の軍人によるケシの違法取引のビデオを投稿している。 |
21 | উত্তর কোরিয়ার সামরিক বাহিনী কি আরো দূর্নীতি পরায়ণ হয়ে উঠবে? | 北朝鮮軍はこれ以上堕落し得るのだろうか。 |
22 | ইতোমধ্যে সবাই জেনে গেছে যে, সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচারের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। | 国境地帯付近で違法な麻薬取引が蔓延していることは既に周知の事実だが、北朝鮮軍もまた麻薬に熱中しているのである。 |
23 | কিন্তু উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিজেই ব্যাপকভাবে মাদক পাচার করছে। | 衝撃的なことだ。 |
24 | বিস্ময়কর বিষয়। | 中国では北朝鮮製の麻薬は入手しやすいと聞いている。 |
25 | আমি শুনেছি যে, চীনে খুব সহজেই উত্তর কোরিয়ার তৈরি মাদক দ্রব্য পাওয়া যায়। মাদক পাচার, নকল টাকা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচার, বিশেষ এই তিনটি বিষয়ের উপর কিম-জং ইলের শাসন টিকে আছে। | 麻薬取引、偽造貨幣の流通、人身売買の三つが金政権を支える三本柱であり、北朝鮮社会はさらに荒廃していくだろう。 |
26 | উত্তর কোরিয় সমাজের কপালে সামনে আরো দুর্ভোগ রয়েছে। দি ডেইলে এনকে, সিউল ভিত্তিক এক অনলাইন পত্রিকা। | ソウル発のオンラインメディア、ザ・デイリーNKは多くの脱北者によって運営されている。 |
27 | উত্তর কোরিয়া থেকে পালিয়ে যারা দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে, তারাই এই পত্রিকাটি চালায়। | 運営者たちは北朝鮮社会の闇の側面を明らかにしているため、北朝鮮政権から脅迫を受けることもままあるという。 |
28 | উত্তর কোরিয় সমাজের অন্ধকার দিক তুলে ধরার কারনে, তারা প্রায়শ উত্তর কোরিয় শাসকের ব্লাকমেইল-এর শিকার হয়। এক সংবেদনশীল সংবাদের শিরোনাম হচ্ছে [কোরিয় ভাষায়] “ উত্তর কোরিয়ার কিশোরদের জন্য জন্মদিনের সবচেয়ে জনপ্রিয় উপহার হচ্ছে মাদক দ্রব্য। | そのザ・デイリーNKが「北朝鮮の十代に一番人気ある誕生日プレゼントは麻薬」[ko]というセンセーショナルな題名で報告を行なっている。 |
29 | এই সংবাদে দাবি করা হয়েছে যে যে মাদক কেবল ধনী শ্রেণী কিনতে পারে, সেই মাদক এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে। | 記事には、富裕層しか買う余裕がなかったような麻薬が、中流階層にも徐々に広がっていると書かれている。 |
30 | এই সংবাদ অনুসারে ছাত্ররা একটি কলম বা ৫,০০০ উন (উত্তর কোরিয়ার মুদ্রা) নোটের মাধ্যমে এই মাদক গ্রহণ করে। | 報告によれば、学生たちはペンや金日成の肖像が描かれた5,000ウォン札から麻薬を吸い込んでおり、麻薬と引き換えにセックスを行う若い少女たちもいるという。 |
31 | ৫,০০০ উন-এর মধ্যে কিম ইল সঙ-এর ছবি আঁকা রয়েছে। অনেক তরুণী আরো মাদক গ্রহণের নেশায়, দেহ বিনিময়ে করছে। | 北朝鮮政府が検閲特別部隊を派遣したにも関わらず、現状は打開されていないとその後ザ・デイリーNKは追記している。 |
32 | এমনকি উত্তর কোরিয় সরকার এই ধরনের ঘটনা বন্ধে বিশেষ বাহিনী গঠন করতে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত তারা এই ধরনের ঘটনা রোধে সফল হয়নি। | 麻薬使用者が上流階級で、与党である朝鮮労働党内の政府職員やかなりの富裕層の子供であるため、検閲局は厳格な法適用に苦労していると北朝鮮の関係者は伝える。 |
33 | উত্তর কোরিয়ার ভেতরে যারা বাস করে তারা বলছে যে, যেহেতু মাদক ব্যবহারকারীরা শাসক দল ওর্য়াকার্স ইউনিয়নের উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান, অথবা তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান, যার ফলে মাদক নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। | |
34 | রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) একই ধরনের এক সংবাদ প্রদান করেছে [কোরিয় ভাষায়], একজন শ্রমিকের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে, যেহেতু এখানে কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হয় এবং লোকজনকে বাধ্য হয়ে প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করে, ফলে তার দলে যে সব শ্রমিক রয়েছে, তারা সকলেই মাদক গ্রহণ করে। | ラジオ局「アジアに自由を」(RFA)では、同様の話[ko]を、労働が極度に辛く極寒の中徴兵されるため、同僚は皆麻薬を持っていると話す労働者の言葉を引用して報告している。 |
35 | এবং মাদকের প্রভাবকে ধন্যবাদ, কারণ এর জন্যই তারা বরফের মধ্যে প্রচণ্ড ঠাণ্ডায় প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত স্লেজ নামক গাড়ি টেনে নিয়ে যেতে পারে। | 麻薬の効果のおかげで、皆「そりを引いて12km飛ぶように走る」とこの労働者は語っている。 |
36 | উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নাগরিক এই বিস্ময়কর তথ্য আংশিক ভাবে নিশ্চিত করেছে । | この衝撃的な実情は、北朝鮮からの亡命者によっても一部裏付けられている。 |
37 | সফলভাবে দক্ষিণ কোরিয়া পালিয়ে আশ্রয় গ্রহণ করার ঠিক পরে উত্তর কোরিয়ার এক তরুণকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হয়। | 一人の若い亡命者の少年は、韓国への逃亡に成功した直後にリハビリセンターに入所したと言われている。 |
38 | পালিয়ে আসা উত্তর কোরীয়দের দ্বারা পরিচালিত এক বুদ্ধিবৃত্তিক সাইটের নাম “উত্তর কোরীয় বুদ্ধিবৃত্তিক একতা” (নর্থ কোরিয়া ইনটেলেকচুয়াল সলিডারিটি)। এই ব্লগ উত্তর কোরিয়ার এক নাগরিকের তোলা একই ধরনের অবৈধ মাদক বাণিজ্যের ভিডিও পোস্ট করেছে [কোরীয় ভাষায়]. | 亡命者が運営するソウル拠点のシンクタンク、NK知識人連帯(North Korea Intellectuals Solidarity)も 同様の違法麻薬取引の内部告発ビデオ[ko]を投稿している。( |
39 | [এটি ২৪৭ নম্বর পোস্ট, সম্প্রতি এই ভিডিওটিকে আর সেখানে দেখা যাচ্ছে না] | 投稿No.247. |
40 | মাদক দ্রব্যের প্রভাব এভাবে ছড়িয়ে পড়ার কারণ বিশ্লেষণ করে ব্লগার সিটারেন৬৪ একটি লেখা পোস্ট করেছে। | ビデオは現在視聴不可) |
41 | ব্লগার লিখেছে যে, ধনী ব্যক্তিরা একসময় মাদক ব্যবহার করতে এটা দেখাতে যে তাদের ধনসম্পদ কতখানি। | ブロガー、シトレイン64は麻薬拡大の理由を分析している。 |
42 | এখন সাধারণ মানুষেরা মাদক দ্রব্য কিনছে, তারা তা কিনছে কোন প্রয়োজন ছাড়াই। | かつては富裕層が己の裕福さをひけらかすために買っていた麻薬を、今では一般市民が必要もなしに消費しているというのである。 |
43 | […]উত্তর কোরিয় সরকার মাদক দ্রব্য তৈরি এবং তা পাচারের ক্ষেত্রে নিজেই প্রধান ভূমিকা পালন করছে । | (・・・)北朝鮮政府が麻薬の生産と取引を主導している(・・・)国外に売られる麻薬もあれば、北朝鮮内で流通している麻薬もある。「 |
44 | […]এই সব মাদক দ্রব্যের কিছু দেশের বাইরে এবং কিছু পরিমাণ উত্তর কোরিয়ার ভেতরেই বিক্রি হয়। সম্প্রতি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকজন বলছে যে, উত্তর কোরিয়ায় এখন এসপিরিন নামক ওষুধের চেয়ে সহজে মাদক দ্রব্য পাওয়া যায়। | 北朝鮮では、アスピリンよりも麻薬の方が手に入りやすい」と言った亡命者もいるほどである(・・・)絶対的な医薬品の不足。 |
45 | […]এখন সেখানে প্রয়োজনীয় ওষুধ দুষ্প্রাপ্য হয়ে যাবার ফলে, এখন কেবল ধনীরাই নয়, মধ্যবিত্ত শ্রেণীর লোকজন নিয়মিত মাদক ব্যবহার করছে। | 富裕層だけでなく、中流階級の人々も麻薬を恒常的に使っている。( |
46 | […] উত্তর কোরিয়ার নাগরিকদের মধ্যে যে রোগ সবচেয়ে বেশী দেখা দেয় তার নাম ফ্রস্টবাইট (প্রচণ্ড শীতে চামড়া বা অন্য কোষের ক্ষতি হওয়া,)। | ・・・)北朝鮮で最も一般的な病気は凍傷である。 |
47 | লোকজন ফ্রস্টবাইট থেকে রক্ষা পাবার জন্য মাদক দ্রব্য ব্যবহার করে, কারণ সেখানে এর প্রতিকারের জন্য যথযাথ কোন ওষুধ নেই। | 適切な医薬品がないため、人々は凍傷を治そうと麻薬を求めるのだ。 |
48 | এছাড়াও যক্ষা এবং হজম সমস্যার কারণে তৈরি হওয়া অগ্নিমন্দাতেও তারা মাদক দ্রব্যকে ওষুধ হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে তারা গরম পানিতে পপি ফুল মিশিয়ে, সেই পানি পান করে এবং তারা পপি গাছের পাতা সিদ্ধ করে খায়। | 凍傷以外にも、結核や消化器系器官の炎症を治すために、ケシの花を入れて沸かした湯を飲み、茹でたケシの葉を食べたりすることもあるという。 |
49 | ব্লগার এর সাথে যোগ করেছেন, মাদক গ্রহণের ভয়াবহ দিক নিয়ে কোন প্রচারণা না থাকার কারণে, বিষটি আরো খারাপ এক পরিস্থিতির সৃষ্টি করছে। | シトレイン64は、麻薬の危険性に関する大衆向けキャンペーンがないことも状況の悪化に貢献しているとしている。 |
50 | তবে অন্য কাহিনীতে জানা যাচ্ছে যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা সে দেশের ভেতরে বাস করা নাগরিকরা যে সব সংবাদ প্রদান করছে, তা বিশ্বাসযোগ্য নয়। | 脱北者や内部関係者の言葉から引用された話は、多くが現実を大げさに脚色しがちであるため、完全に信用することはできない。 |
51 | কিন্তু সবাই যখন একই কথা বলছে, তখন একে আর নিছক বানানো কাহিনী বলে মনে হচ্ছে না। | しかし、繰り返される麻薬乱用の告白は、全てがでっち上げだというわけではないことを意味している。 |
52 | ২০০২ সালের জানুয়ারী মাসে জাপানি কর্মকর্তারা উত্তর কোরিয়ার এক জাহাজ থেকে ১৫০ কিলোগ্রাম মেথামফেটামিন নামক মাদক দ্রব্য জব্দ করে, এবং একই বছরে জুলাই মাসে তাইওয়ান সরকার উত্তর কোরিয়ার ৯ জন নাগরিককে আটক করে, যারা ৭৩ কিলোগ্রাম হিরোইন বহন করছিল। | |
53 | হেরিটেজ ফাউন্ডেশন এই সব সংবাদ প্রদান করেছে। | ヘリテージ財団によれば2002年1月に海上保安庁が北朝鮮船舶から覚せい剤150kgを押収し、2002年7月には台湾政府の役人が男9人を79kgのヘロインを運んだとして取り押さえているとのことである。 |