# | ben | jpn |
---|
1 | আফগানিস্তানঃ মাল্টিমিডিয়া উৎসবে তারুন্যের আওয়াজ | アフガニスタン:アフガニスタン・ユース・ボイス・マルチメディア・フェスティバル |
2 | আফগানিস্তানে ইন্টারনেটনিউজ নেটওয়ার্ক আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভাল এবং মিডিয়া ক্যাম্প এর জন্য বিবেচ্য হতে পারে, এমন বিষয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করার জন্য আফগান তরুণদের প্রশিক্ষণ এবং উৎসাহ প্রদানের প্রচেষ্টা বৃদ্ধি করেছে। | インターニュース・ネットワークはアフガニスタンで、アフガン・ユース・ボイス・フェスティバルとメディア・キャンプによって、若者たちを指導し意欲を刺激する取り組みに力を入れている。 |
3 | আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভাল | 彼らが重要だと思う事柄について意見を共有するためだ。 |
4 | আফগান ইয়ুথ ফেস্টিভ্যাল হচ্ছে এমন একটি স্থান যেখানে আফগান তরুণরা তাদের নিজেদের প্রকাশ করতে পারে, তা সে চলচ্চিত্র বা ফেসবুকের মত মাধ্যম, কিংবা নতুন প্রচার মাধ্যম, যেমন ব্লগ কিংবা প্রচলিত কোন মাধ্যম, যেমন থিয়েটার হোক না কেন। | アフガン・ユース・ボイス・フェスティバル |
5 | আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল এমন এক ফোরাম বা সভা, যেখানে সৃষ্টিশীল তরুণরা একত্রিত হতে পারে, গল্প তৈরি করতে পারে, এখানে তারা পরস্পরের সাথে যুক্ত হয় এবং মজা করে। | アフガン・ユース・ボイス・フェスティバルは、アフガニスタンの青少年が映画制作やフェイスブック、ブログなどの新しいメディア手法から従来のような劇場作品を通して自分たちを表現する場です。 |
6 | এই কাজটি করার জন্য, আমরা বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়ায় প্রশিক্ষণ প্রদান করে থাকি। | 創造力あふれるアフガニスタンの若者たちがこのフォーラムに集い、作品を制作し、ともに高め合いながら楽しんでいます。 |
7 | যদি আপনি কোন কিছু তৈরি করতে চান, তাহলে আজ থেকে এর সাথে যুক্ত হয়ে যান। সকলে এখানে স্বাগত, যদি আপনারা তরুণ হয়ে থাকেন। | その実現のため、私たちは様々なメディア表現の修得方法を紹介しています。 |
8 | ইতোমধ্যে তারা অনেক ভিডিও তৈরি করেছে, তাদের উপর বিভিন্ন ভাবে তথ্য ধারণ করেছে, যে সবে আফগান তরুণরা অন্যদের কাজে উপস্থিত হচ্ছে, তা সে নতুন কোন বিষয়ে দক্ষতা প্রদান করা, তাদের চিন্তাকে তুলে ধরা এবং তাদের ইচ্ছা, অথবা এমন কোন যা তাদের জন্য চিন্তার বিষয়। | 創作活動に興味があれば、今すぐ参加しませんか。 |
9 | প্রথম ভিডিওটি একটি ইটভাটায় শিশুশ্রমের দৃশ্য প্রদর্শন করেছে: | 若さあふれる皆さんを心よりお待ちしています。 |
10 | সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র ইটভাটায় হাজার হাজার তরুণ কাজ করে থাকে। | サイトではすでに、アフガニスタンの若者たちがそれぞれの観点から周囲の人々を撮影した動画が多数紹介されている。 |
11 | পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য তারা এক কঠিন পরিবেশে কাজ করে থাকে। | 新しいスキルを身につけるための作品、思想や希望を表現した作品、あるいは関心を持っている事柄を示した作品だ。 |
12 | এই হৃদয় ছুয়ে যাওয়া ভিডিওটি আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল অংশগ্রহণকারী সাফিতুল্লাহ এবং সাফিকুল্লাহ-এর। | まずは、 「レンガ作りの労働に勤しむ子供たち」を撮影した映像である。 |
13 | এই জালালাবাদের ইটভাটার কাজ করা শিশুদের উপর ধারণ করা হয়েছে। | 国中の何万人もの子どもたちが家族を助けるためにレンガ焼き場の過酷な状況で長時間働いています。 |
14 | মোহাম্মেদ-এর প্রত্যহিক জীবন হচ্ছে ২০ বছর বয়সী এক তরুণের জীবন কাহিনী, পিতার মৃত্যুর পর যাকে পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। | アフガン・ユース・ボイス・フェスティバルの参加者SafitullahとSafiqullahがジャラーラーバードで捉えた幼い労働者の生活は、胸に突き刺さる作品になりました。 |
15 | ছোট ভাইবোনদের মানুষ করার জন্য সে একটি মুরগীর খামার করেছে এবং এর সাথে সে একটা মুদিখানা চালায়। | 「ムハンマドの日常生活」では、父親の死後に家族全員の面倒を見ている20歳の青年の姿を追う。 |
16 | হোস্টেলে বাস করা নামক ভিডিওটি আমাদের আফগান তরুণদের জীবনের ভিন্ন একটি দিক তুলে ধরেছে: এই ভিডিওতে আমরা এক তরুণীকে পাচ্ছি , যে কিনা তাঁর গৃহ থেকে দূরে পড়াশুনা করছে এবং অন্য ছাত্রীর সাথে একটা হোস্টেলে বাস করা অবস্থায় তাকে এখানে দেখতে পাব। | 彼はニワトリの飼育や小さな食料品店を経営によって弟や妹たちを懸命に養っている。 「宿舎での生活」では、前述の2作品とは異なった若者の生活の一面を見ることができる。 |
17 | কিছু তরুণের জন্য সঙ্গীত হচ্ছে ভালোবাসা। | 家から遠く離れた宿舎でほかの女子学生たちと生活する少女のある一日の出来事を垣間見られる。 |
18 | পরবর্তী ভিডিও প্রদর্শন করছে এক তরুণের হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার দৃশ্য, এরপর দেখা যাচ্ছে অন্য এক তরুণ খঞ্জনি নিয়ে তাঁর সাথে যোগ দিয়েছে। | 音楽に情熱を注ぐ若者もいる。 青年がハーモニウムで弾き語りをしているところに、もう1人がタンバリンを叩き演奏に加わる。 |
19 | আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল, তাদের সাইট-এর সাথে যুক্ত হতে ইচ্ছুক ১৫ থেকে ২৫ বছর তরুণদের অনলাইনে প্রশিক্ষণের সরঞ্জাম সহজলভ্য করেছে। | アフガン・ユース・ボイス・フェスティバルのサイトでは、参加を希望する15歳から25歳の青少年のためにオンラインで表現方法を学ぶことができるウェブサイトも紹介しています。 |
20 | আপনারা তাদের ইউটিউব চ্যালেনের ভিডিও দেখতে পারেন এবং ফ্লিকার পাতার ছবি দেখতে পারেন , এবং ইতোমধ্যে এই সাইটে রাখা আফগান তরুণদের তৈরি ভিডিওগুলো দেখতে পারেন। | その他の作品は、Youtubeのチャンネルや写真投稿サイトflickr、アフガン・ユース・ボイス・フェスティバルのHPで見ることができます。 |