# | ben | jpn |
---|
1 | স্পেন খুব একটা সুখী নয় | スペインはそんなに幸せな国ではない |
2 | দৃশ্যত: মনে হচ্ছে স্পেন খুব একটা সুখী নয়। | スペインはそんなに幸せな国ではないようだ。 |
3 | মাদ্রিদের তৃতীয় কার্লোস বিশ্ববিদ্যালয়ের(ইউসি৩এম) এক গবেষণা অনুসারে [স্প্যানিশ ভাষায়] বিশ্বে জরিপ চালানো ১১২ টি দেশের মধ্যে সুখী রাষ্ট্রের তালিকায় স্পেনের অবস্থান ৪৯তম। | マドリード・カルロス3世大学 (uc3m) [es]の調査によれば、 調査対象112ヶ国のうち、スペイン国民の幸福度は49位だった。 |
4 | সুখী রাষ্ট্রের এই তালিকা (পিডিএফ) কিছু বিষয়ভিত্তিক প্রশ্নের উপর নয়, বরঞ্চ তা বেছে নেওয়া পছন্দের ভিত্তিতে করা হয়, যেখানে অভিবাসনকে একটি আদর্শ হিসেবে ব্যবহার করা হয়েছে; আর এটি হচ্ছে নাগরিকরা আসলে কি করে, তার কি বলে সেটা নয়। | 今回の幸福度 (pdf) は、主観的なアンケートではなく、判断の基準に移住を用いた「顕示選好」に基づいている。 |
5 | তৃতীয় কার্লোস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক অধ্যাপক হুয়ান দে দিওস তেনা-এর[স্প্যানিশ ভাষায়] মতে: “অভিবাসন সংক্রান্ত ত্রুটি মানসিক বিষয়ের সাথে গভীর ভাবে সংযুক্ত যা আবার সুখের সাথে সম্পৃক্ত,” যার মানে হচ্ছে নাগরিকদের মাঝে তখনই একটি দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, যখন দেশটিতে সুখের জন্য শর্তাবলীর অভাব দেখা দেয়, আর এই সমস্ত নাগরিকরা এমন এক এলাকার জন্য দেশ ত্যাগ করে, যেখানে তারা সুখে থাকবে বলে মনে করে। | |
6 | এই গবেষণায় অর্থনীতি এবং অর্থের সঙ্গে সম্পৃক্ত নয়, সুখের এই উভয় উপাদান ব্যবহার গ্রহণ করা হয়, যা কিনা একে অপরের সাথে সম্পৃক্ত এবং অভিবাসনের সুনিদিষ্ট উপাদানঃ মৌলিক এবং তুলনামূলক আয়, জনমিতি এবং সামাজিক চরিত্র, সামাজিক উন্নয়ন, অন্যের সাথে সম্পর্ক এবং যেখানে একজন বাস করে উক্ত এলাকার চরিত্র, একই সাথে যেমন দূরত্ব, অথবা একটি সাধারণ সীমান্তরেখা ও ভাষার মত পরিবর্তনশীল উপাদান। . | つまり、人々の言うことではなく、実際の行動に基づいているのだ。 カルロス3世大学統計学教授の フアン・デ・ディオス・テナ氏 [es]によると、「移民の流れは幸せに関する心理的 問題と密接につながっている」。 |
7 | এই সকল উপাদান বিবেচনা করে এবং হ্ংকং, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ডের সুখী রাষ্ট্রের তালিকায় এগিয়ে রয়েছে, সেখানে স্পেনের অবস্থান ১১২টি দেশের মধ্যে ৪৯ তম, অন্যান্য দেশের মধ্যে স্পেনের-এর নীচে অবস্থান করছে মেক্সিকো, ইরান এবং কোস্টারিকা। | つまり、人々は、幸せの条件が満 たされないと、自分が幸せになれると思う別の場所を好んで、その国を離れる傾向があるというのだ。 |
8 | তালিকার সর্বনিম্নে অবস্থানে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং চীনের মত রাষ্ট্র। | 研究者は、幸せの要因として、経済的なこと、経済に関係のないこと、両方を考慮にいれ、いずれも移住の決定要因と考えられるものと共通点があるとした。 |
9 | তেনা একই সাথে দাবী করেছেন যে অভিবাসন সংক্রান্ত ত্রুটি কেবল কাজ খুঁজে পাওয়ার উপর নির্ভর করে না, যেমনটা সাধারণ ভাবে ভাবা হয়েছিল, কিন্তু তারা একই সাথে দূষণ, সন্ত্রাসবাদ, এবং অর্থনৈতিক বৈষম্যের মত পরিবর্তনশীল উপাদান দ্বারা প্রভাবিত হয়, সাধারণত মনোবিজ্ঞানীরা যেগুলোকে সুখের নির্ধারক হিসেব বিবেচনা করে। | 例えば、距離、共通の国境、言語などの変動要因はもちろん、所得の絶対水準と相対所得、人口統計的・社会的な特徴、社会的発展、他人との関係や住む場所の特徴などである。 これらの要因すべてを考慮にいれたランキングで、香港、シンガポール、ニュージーランドが上位に並んだ。 |
10 | এই গবেষণায় উপসংহার টানা হয়েছে এভাবে যে ভালোভাবে টিকে থাকার বিষয়টি কেবল মাথাপিছু আয়ের মাধ্যমে পরিমাপ করা যায় না এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে ভালো নীতি নাগরিকদের তাদের নিজ দেশে বাস করার ইচ্ছেকে বাড়িয়ে দেয়, অন্যদিকে খারাপ নীতি সে ইচ্ছেকে কমিয়ে দেয়। | スペインは112ヶ国のうち、49位で、メキシコ、イラン、コスタリカ、他多数の国がそれに続いた。 下位は、中国、アフガニスタン、南アフリカなどの国が占めた。 |
11 | এ প্রসঙ্গে আসা কিছু টুইট এখানে তুলে ধরা হল: | テナ氏はまたこう主張している。 |
12 | ইউসি৩এম-এর সুখী রাষ্ট্রের তালিকায় সেরা অবস্থান থেকে স্পেনের অবস্থান অনেক নীচে.. | 一般的に考えられているように、移民の流れは仕事が見つかる可能性だけに左右されるのではない。 |
13 | এমনকি এতে আমরা হাসছি না। | 汚染やテロ、経済的不平等など、心理学者が幸せの決定要素と考えている変動要因にも影響されているのだ、と。 |
14 | পরিষ্কার ভাবে আমরা এখন এতই অবস্থানের জন্য উপযুক্ত নই। ; | 幸福は単に国民一人当たり所得だけで測られるものではない、と調査は結論付けている。 |
15 | - বিয়েত্রিজ বোনমাটি (@বি_বোনমাটি bonmati) ২৩ সেপ্টেম্বর, ২০১৩ | そして、良い政策は、自国に住みたいという思いを増し、悪い政策はその思いをくじくと指摘している。 |
16 | @মারিয়ানরাজোই আমাদের আরো ফুটবল খেলা প্রয়োজন, এটা অত্যন্ত জরুরি! | Here are some relevant Tweets: |
17 | | Spain is far from the top ranking of happiness per the UC3M.. we're not even laughing ,,clearly we are things aren't for that now |
18 | আরেকটি সুখী রাষ্ট্রের তালিকা স্পেনের অবস্থান সেরাদের থেকে অনেক দূরে http://t.co/kNJqZKXZDZ - হোরেরেকার (@আইগুনারান্টে) ২৩ সেপ্টেম্বর, ২০১৩ | - Beatriz Bonmatí (@b_bonmati) September 23, 2013 |
19 | | @marianorajoy we need more soccer, it's urgent!: Another happiness ranking shows Spain far from the top http://t.co/kNJqZKXZDZ - Hrœrekr (@iGNUrante) September 23, 2013 |
20 | কে মনে করে যে বিষয়টি অদ্ভুত???? | WHO THINKS THIS IS STRANGE???? |
21 | | AT THIS RATE WE WILL RANK 112 IN JUST A FEW MONTHS…. http://t.co/ppWpTHl9TZ |
22 | এই হারে চলতে থাকলে কয়েক মাসের মধ্যে আমরা তালিকার ১১২ নম্বরে চলে আসব। …. http://t.co/ppWpTHl9TZ | - AutonomosEnLaLucha (@UNI_CAES) September 23, 2013 |
23 | - অটোনোমাসএনলালাচা (@ইউএনআই_কেস) ২৩ সেপ্টেম্বর, ২০১৩ | 校正:Natsuki Sekine |