# | ben | jpn |
---|
1 | ছবিঃ শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ানে ফিলিপাইন্সের মধ্যাঞ্চল বিধ্বস্ত | スーパー台風ハイエンによりフィリピン中部に壊滅的被害 |
2 | অরমক, লেয়তে'র টাইফুন আক্রান্তরা রাস্তার উপর চিহ্ন একে সাহায্য চেয়েছেন। | (記事中のリンク先はすべて英語のページです) |
3 | ছবিটি ক্যাটরিনা বিস্নার ফেসবুক পাতা থেকে সংগৃহীত। | レイテ島オルモック、台風の被災者たちが路上に書いたHELPの文字。 |
4 | শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়োলানডা (হাইয়ান) ফিলিপাইন্সের ভিসায়াস দ্বীপে আঘাত হেনেছে। | 写真はKatreena BisnarのFacebookより。 |
5 | এতে করে কয়েক হাজার লোক মারা গেছে এবং বাস্তুহারা হয়েছে। এই মুহূর্তে অনেক শহরের পরিস্থিতি যেহেতু এখনো অজানা, তাই ধরা হচ্ছে আহত, নিহত বা নিখোঁজ লোকের সংখ্যা ১০ হাজারের বেশী হবে। | スーパー台風の台風30号(フィリピン名:ヨランダ、アジア名:ハイエン)がフィリピンのヴィサヤ諸島を直撃、数千人が死亡し、多くの人々が家をなくした。 |
6 | টাকলোবান শহর সহ সামার এবং লেয়তে প্রদেশ ইয়োলানডার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে। | 現在(訳注:2013年11月10日)、大半の町で被害の実態がいまだ明らかになっておらず、死亡者数は1万人を超えるとみられている。 |
7 | টাকলোবান শহরে একটি ঝড়ো জলোচ্ছ্বাসে তাৎক্ষনিকভাবে অনেক লোক মারা গেছে। | 台風ヨランダはサマル州とレイテ州を破壊し、レイテ州のタクロバン市では高潮によってあっという間に多くの人命が失われた。 |
8 | এ অঞ্চলে শক্তি ও যোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। | この地域では電気も通信回線も止まっている。 |
9 | এ বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি ইয়োলানডা উত্তর সেবু, পানায়, নেগ্রোস এবং পালাওয়ানেও আঘাত করেছে। | 台風ヨランダは今年発生した中で世界最大級の強さであり、セブ島北部やパナイ島、ネグロス島、パラワン島もその被害にあった。 |
10 | দেশটির ঘুর্ণিঝড়-বিধ্বস্ত প্রদেশগুলোর অবস্থা সম্পর্কে বিদেশী সম্প্রচার শুনে প্রতিবেদন পেশ করতে প্রধান টুইটার হ্যাশট্যাগ #ইয়োলানডাফ ব্যবহার করা হচ্ছে। | ツイッターでは#yolandaphというハッシュタグが主に使われ、フィリピン国内で台風被害にあった地域の状況を伝えた。 |
11 | ইয়োলানডার ধ্বংসের তীব্রতা বোঝাতে কিছু ছবি নিচে দেয়া হয়েছেঃ | 台風ヨランダによる被害の規模を示す写真を以下に掲載する。 |
12 | ছবিসূত্রঃ রিয়ান লিম/ স্থানঃ আকাশ থেকে তোলা লিয়েটে ধ্বংসের আলোকচিত্র #ইয়োলানডাফ | 写真提供Ryan Lim/Palace:空から見たレイテ島の被害 #YolandaPH |
13 | আজ সকালে #টাইফুনইয়োলানডার প্রতিহিংসাপরায়ণতার ক্ষতির পরিমাণ হিসাব করতে সাহায্য করতে পিএএফ যাযাবর সম্প্রদায় সমগ্র গুইয়ান প্রদেশের পূর্ব সামার জুড়ে ঘুরে বেড়িয়েছে। | 台風ヨランダ(#TyphoonYolanda)による被害を調査するため、本日午前、東サマール州ギワンの上空を飛ぶフィリピン空軍(PAF)機。 |
14 | ছবিঃ #ইয়োলানডাফ ঘূর্ণিঝড়ের প্রবল ঢেউ টাকলোবান বিমানবন্দরটি গ্রাস করে নেয়ার পরবর্তী অবস্থা; অধিবাসীরা ত্রাণ সামগ্রীর জন্য লাইনে দাঁড়িয়ে আছে @ইনকোয়ারারডটনেট | 救助の手はすぐそこまで来ている。 台風ヨランダ(#YolandaPH)の高潮に飲まれたタクロバン空港。 |
15 | টাকলোবান বিমানবন্দরের রানওয়ে একেবারে পরিষ্কার, তবে বিমানবন্দরটির গঠন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। | 住民が救援物資に並んでいる。 |
16 | আটকে পড়াদের উদ্ধার এবং জরুরী ত্রাণ সামগ্রী বন্টন করতে বর্তমানে অবশিষ্ট সম্পদগুলো এক স্থান থেকে আরেক স্থানে নেয়া হচ্ছে। | @inquirerdotnet |
17 | টাকলোবানের গ্রাউন্ড জিরো। | タクロバン空港の滑走路はきれいな状態だが、空港の建物は大きな被害を受けていた。 |
18 | আমাদের সাহায্য করতে এগিয়ে আসুন! | 現在必要とされているのは、救助と緊急支援物資の配布です。 |
19 | টাকলোবান শহরে সবার জন্য প্রার্থনা করুন। : (আশাহত হবেন না। | タクロバンのグラウンド・ゼロにて。 |
20 | সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন | 救援を求む! |
21 | টাকলোবান থেকে ১০ মেইল দক্ষিণের টানাউয়ানে সমুদ্র থেকে ০. | タクロバン市のすべての人々に祈りを。:(希望をなくさないで。 |
22 | ১৪ মেইল দূরে অবস্থিত একটি গির্জা স্থানান্তর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। | 神は私たちと共にいる:) |
23 | লিয়েটের টাকলোবানে #ইয়োলানডাফের কারণে তীরে ভেসে আসা একটি জাহাজের পাশের একটি ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতরে একজন লোক [ছবি] বিশ্রাম নিচ্ছে। | タクロバンから16kmほど南に位置するタナワンの教会。 |
24 | লিয়েটের ডুলাগে আমাদের রাস্তাগুলোর ছবি। | 海から0. |
25 | ডানের রাস্তাটির শেষ মাথায় আমাদের বাড়িটি অবস্থিত। | 2kmだが避難所として利用されている。 |
26 | #ইয়োলানডাফ | 被害を受けた家の中で休む男性。 |
27 | টাইফুন আক্রান্তরা অরমিক, লেয়তের রাস্তা দিয়ে হাঁটছেন। | 家の隣には、台風ヨランダ(#YolandaPH)で陸に打ち上げられた船が。 |
28 | থুবড়ে পড়া বৈদ্যুতিক খুঁটি এবং গাছ দেখা যাচ্ছে। | レイテ島タクロバンにて。 |
29 | ক্যাটরিনা বিস্নার ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি। | EPA |
30 | কোন উদ্ধারকারী বাহিনী নাই, কোন প্রচার মাধ্যম নাই, কোন সংকেত নাই, কোন ত্রাণ নাই। | レイテ島ドゥラグ、近所の通りの写真。 |
31 | প্রায় শতকরা ৯৫ ভাগই বিধ্বস্ত। | 私たちの家は右側の突き当たりです。 |
32 | বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদেরকে তাদের পরিস্থিতি সম্পর্কে জানাতে বেঁচে যাওয়া লোকেরা টেলিভিশন রিপোর্টারদের কাছে হাতে লেখা বার্তা পাঠাচ্ছে। | ほとんど見えません。 |
33 | এসব বার্তা খুব দ্রুতই তারা অনলাইনে আপলোড করে দিচ্ছে। | #YolandaPH |
34 | অতঃপর লিয়েটে প্রতিনিধিদের একটি দপ্তর বেঁচে যাওয়া লোকেদের বিষয়ে তথ্য সংগ্রহ করে একটি তালিকাও তৈরি করেছে। | レイテ島オルモックの通りを歩く、台風の被災者。 |
35 | নোটটিতে লিখা আছেঃ ভাই, মা এবং বাবা মারা গেছেন। | 電柱や木が倒れている。 |
36 | দয়া করে সবাইকে জানান। | 写真はKatreena BisnarのFacebookより。 |
37 | এখানে কোন বিদ্যুৎ অথবা সংকেত পাঠাবার ব্যবস্থা নেই। | 救助作業もしていない、メディアも来ない、電波も入らない、救援活動もない。 |
38 | আরন আলমাদ্রো। | ほぼ95パーセントが壊滅的な状態。 |
39 | জি এম এ নিউজ থেকে পাওয়া ছবি। | #HelpCapiz(カピス州を助けて) #YolandaPH |
40 | টুইটারের অন্যান্য প্রতিক্রিয়াগুলোও নিচে দেওয়া হলঃ | 友人や親戚に無事を知らせるため、被災者たちは手書きのメモをテレビのレポーターに託し、それはすぐにネット上に掲載された。 |
41 | মৃতের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং #ইয়োলানডাফের এই ছবিগুলো সত্যিই খুব হৃদয়বিদারক। | 一方で、レイテ州の議員事務所によって、被災者リストもまとめられた。 |
42 | আমরা দুঃখিত কারন এগুলো প্রতিরোধ করা সম্ভব ছিল… | メモにはこう書いてある。「 |
43 | দান হিসেবে প্রদত্ত বস্তু ও ত্রাণ সামগ্রী যেন উপযুক্ত গ্রহীতাদের কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করতে আমাদেরকে স্বচ্ছতা ও জবাবদিহিতাও চাইতে হবে। | 兄さんへ。 母さんと父さんは死にました。 |
44 | #ইয়োলানডাফ | みんなに知らせてください。 |
45 | আমাদের কাপড় রাখার আলমারি থেকে কিছু অব্যবহৃত কাপড়চোপড় আমরা টাইফুনে ক্ষতিগ্রস্তদের দান করে দিতে পারি। | ここは電波も入らないし、電気も使えません。 Aaron Almadro」写真はGMA Newsより |
46 | #ইয়োলানডাফ | 以下はツイッター上でみられたその他の反応である。 |
47 | যদি টাকলোবানের জনগণ কর্তব্যবিমুখ আচরণ চালিয়ে যেতে থাকে, তবে আমি আশা করি তারা বুঝতে পারবে যে তারা নিজেদেরকে সাহায্য করছে না। | 犠牲者の数は増え続けているし、台風ヨランダ(#YolandaPH)の惨禍の映像には、ほんとうに胸が張り裂けそうです。 |
48 | শেষের টুইটটিতে টাকলোবানের একটি শপিং মল লুট করার কথা নির্দেশ করা হয়েছে। | これを防ぐことはできなかったのでしょうか、無念です。 |
49 | সেখানে ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষেরা হন্যে হয়ে খাবার এবং পানি খুঁজেছে। | 寄付金と救援物資が受け取るべき人々の元へ確実に届くよう、透明性と説明責任を強く要求すべきだ。 |
50 | পিনয় ব্রো এই আচরণের সমালোচনা করেছেনঃ | #YolandaPH |
51 | …গ্রহণযোগ্য নয় এবং এটা আমাকে খুব বেশী হতাশ করেছে যে, আমি খবরে এ ঘটনা নিয়ে একটিও সমালোচনা বা খবর ছাপতে দেখিনি বা পড়িনি। | クローゼットをあさって、使っていない衣類を台風の被災者へ送ろう。 |
52 | কমপক্ষে এখন পর্যন্ত তো নয়। | #YolandaPH |
53 | আমাকে ক্ষমা করবেন। | 犯罪行為を続けていては自らのためにならないと、タクロバンの人々が気づくことを祈る。 |
54 | কারন আমি হয়তোবা এই পরিস্থিতিতে করুনাময় বা পরের জন্য সহানুভূতিশীল নই। | 最後に引用したツイートが言及しているのは、タクロバンのショッピングセンターでの略奪についてである。 |
55 | হয়তোবা আমি টাইফুনে আক্রান্ত এ সকল লুন্ঠনকারীদের আবেগপূর্ণ প্রয়োজন বুঝতে পারছি না। | そこでは、被災者たちが死に物狂いに食べ物や水を探している。 |
56 | কিন্তু আমি শুধু এটুকুই অনুভব করেছি যে, যা হয়েছে, তা করা ঠিক হয়নি। | Pinoy Broもその行為を非難した。 |
57 | কি হতো? | …許されることではない。 |
58 | যদি আপনি একটি ছোট্ট মুদি দোকানের মালিক হতেন বা এমনকি একই সারিতে থাকা কয়েকটি দোকানের মালিক হতেন। | それに、私はとても失望した。 この略奪事件についてたった一人でも批評家やニュースキャスターが批判している報道を、少なくとも今の時点で私は聞いたことも読んだこともないからだ。 |
59 | এবং কিছু সময় পরেই আপনি জানতে পারলেন যে লোকজন তালা ভেঙ্গে তাতে ঢুকে পড়েছে এবং সবকিছু লুট করে নিয়ে গেছে? | 申し訳ないが、略奪者らのおかれた状況や彼らの感情に対して、おそらく私は哀れみの心もそれを理解する優しさも持ち合わせていない。 |
60 | আরে ফিলিপাইনের অধিবাসীরা, আমরা তো আসলে এমনটি নই। | 略奪者はもちろん台風の被災者ではあるが、何かが間違っている、と私は思う。 |
61 | কিন্তু আরনল্ড আলামন বোঝানোর জন্য বলেছেনঃ | 自分が小さな食料品店や雑貨屋を営んでいたとして、その店が襲われて、すべて盗まれてしまったら? |
62 | এখন বর্তমানে টাকলোবানে সাময়িকভাবে সামাজিক কাঠামো ভেঙ্গে পড়েছে। | ほらみんな、フィリピン人はこんなことしないはずだろ。 |
63 | আমাদের ভ্রাতৃগণ, যারা এইমাত্র এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি মূল্যায়নের ক্ষেত্রে আমাদের আরেকটু বেশী দয়ালু হওয়া উচিৎ। | 一方、Arnold Alamonは理解を求めている。 現在、タクロバンでは社会基盤が一時的に停止している。 |
64 | এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে হয়তোবা এই বিধ্বস্ত শহরের প্রত্যেক অধিবাসীই তাদের পরিবারের কোন না কোন সদস্যকে হারিয়েছে। | これ以上ないほど悲惨な経験をしてきたばかりの仲間に対して、我々はみな、もっと寛容的であるべきだ。 |
65 | এখন তারা টিকে থাকার অনুকূল অবস্থা থেকে নিজেদের ছিটকে পরা লোক বলে মনে করছে। | 現状では、被災地のすべての住民が家族を一人から二人亡くし、今も生きるのに精いっぱいな状態で助けを待っているのが実情だろう。 |
66 | এই তথাকথিত লুটের ঘটনাটি এটাই প্রমান করে যে তাদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণে, দাপ্তরিক শক্তি প্রতিফল লাভ করার প্রতি তাদের আস্থা কতোটা ক্ষীণ। | いわゆる略奪行為は、タクロバンの住民の気質のせいというよりも、緊急の支援を求める声に応えるべき公的権力を持った人々がいかに信用できないか、ということの現れが強いと言える。 |
67 | আর টাকলোবানের জনগণের তেজোদ্দীপ্ততার প্রতি তাদের আস্থা কতোটা কম। | 校正:Yukari Sugimoto |