# | ben | jpn |
---|
1 | তাইওয়ান: অর্কিড দ্বীপে পারমাণবিক বর্জ | 台湾:蘭島における放射性廃棄物問題 |
2 | পারমাণবিক জ্বালানী রিয়েক্টরের ব্যবহারের পরে যে অব্যবহার্য বস্তুতে পরিণত হয় তাকে পারমাণবিক বর্জ বলে। | 放射性廃棄物とは、原子炉で使われて残った核燃料のことをいう。 |
3 | এটি বিপজ্জনকভাবে তেজষ্ক্রিয় আর হাজার বছর ধরে এমনি থেকে যায়। | それは危険な放射性物質であり、何千年も放射線を出し続ける。 |
4 | ১৯৭০ সালে তাইওয়ানের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মানের চার বছর পরে, তাইওয়ান অ্যাটমিক এনার্জি কাউন্সিল তাদের পারমাণবিক বর্জ অর্কিড দ্বীপে (লানিউ) ফেলার সিদ্ধান্ত নেয়, যেখানে বংশ পরম্পরায় আদিবাসী তাও (ইয়ামি) রা বাস করছে। | 台湾初の原子力発電所が1970年に建設されて4年後、台湾原子力委員会は、放射性廃棄物を蘭島(中国語・蘭嶼)で保管することを決めた。 |
5 | বিশ বছরের বেশী সময় অতিবাহিত হয়েছে, তেজষ্ক্রিয় বর্জের পাত্র জং ধরে ক্ষয়ে গেছে আর মনে হচ্ছে এই সমস্যার কেউ সমাধান করতে চায় না। | そこには達悟族(別名・雅美) が代々住んでいる。 |
6 | আকাশ থেকে তাইওয়ানের অর্কিড দ্বীপের চিত্র, ছবি ফ্লিকার ব্যবহারকারী ব্যাম্বিক্রোর সৌজন্যে (সিসি বাই-এনসি ২. | あれから20年以上がたち、放射性廃棄物を収めた容器が、さびのために腐食してきたが、だれもこの問題に対処する用意ができていないようだ。 |
7 | ০) অর্কিড দ্বীপে পারমানবিক বর্জ রাখার দুটো এলাকা আছে। | 上空から見た台湾・蘭島。 |
8 | প্রত্যেক সপ্তাহে তাইওয়ান থেকে নৌকা করে তেজষ্ক্রিয় পদার্থ অর্কিড দ্বীপে আসে আর বছরে ৪৫,০০০ ব্যারেল বর্জ এই সুন্দর দ্বীপে ফেলা হয়। | フリッカー利用者bambicrow 撮影(CC BY-NC 2.0) |
9 | তাওদের ভাগ্য চিরতরে বদলিয়ে দিয়েছে এই পারমানবিক বর্জ ফেলার এলাকা। | 蘭島には放射性廃棄物の保管施設が2か所ある。 |
10 | পাবলিক টেলিভিশন ওয়েবসাইটে প্রচারণার পাতায়, তাওরা দাবি করেছে যে সরকার যেন তাদের সন্তানদের শান্তিপূর্ণ শৈশব ফিরিয়ে দেয়: | 台湾本島からの船が毎週、風光明媚な島に放射性廃棄物を搬入しており、その数は容器で年間45,000個に上る。 |
11 | ১৯৮০ সালে অর্কিড দ্বীপে তাইওয়ান থেকে পারমাণবিক বর্জ পাঠানোর সময় থেকে, অর্কিড দ্বীপের বাচ্চারা বড় হচ্ছে উড়ন্ত মাছ, ছোট শূকর আর ব্যারেল ভরা পারমাণবিক বর্জের সাথে। | これらの放射性廃棄物保管施設は、達悟族の運命を果てしなく変えてしまった。 |
12 | বিস্তারিত এক রিপোর্ট অনুসারে তাও এর মানুষ পারমাণবিক বর্জ ফেলার এলাকার নির্মাণ সম্বন্ধে জানত না: | 公共テレビのウェブサイトによるキャンペーンで、達悟族は、政府が平和な元の姿を我々の子供達に返すべきだとに要求した: |
13 | এটা যখন নির্মিত হচ্ছিল [১৯৭৯ সালে] আমরা কেউ জানতাম না যে এটা পারমাণবিক বর্জ রাখার জন্য নির্মিত হচ্ছে। | 台湾本島から船による放射性廃棄物の運搬が始まった1980年以来、蘭島の子供達は、飛び魚や子豚、さらに、廃棄物が入った容器を身近にして成長してきた。 |
14 | সেই সময়ে আমাদের গ্রামের প্রধান চীনা ভাষা বুঝত না। | ある詳細な報告によると、達悟族は、放射性廃棄物保管施設が建設されることを知らなかった: |
15 | নির্মান কর্মীরা কিছু গ্রামবাসীকে বলেছিল যে তারা ‘টিনজাত খাদ্যের কারখানা' নির্মাণ করছে আর পারমাণবিক বর্জ ফেলার স্থানকে সেনা সৈকত বলা হয়েছিল… | 1979年に保管施設を建設中、それが放射性廃棄物用とはだれも知らなかった。 |
16 | তাওরা যখন অবশেষে পারমাণবিক বর্জের ভয়াবহতা সম্পর্কে ১৯৮৭ সালে জানতে পারে, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে আর এই যুদ্ধ ২০ বছরের বেশী সময় ধরে চলছে। | 当時、我々の村長は、中国語を理解することすらできなかった。「 |
17 | ১৯৯৫ সালে তারা ‘পারমাণবিক ভুতকে বের করে দেবার' কথা ঘোষণা করে: | 缶詰工場を建設している。( |
18 | তাওরা বিশ্বে মাত্র ৩০০০ জনের বেঁচে থাকা একটা আদিবাসী দল। আমরা কবি। | 放射性廃棄物が陸揚される)桟橋は軍港になるらしい」と、建設作業員から聞いた村人が何人かいた。 |
19 | আমরা শান্তিতে বিশ্বাস করি। | 1987年になってようやく、達悟族は放射性廃棄物の危険性を知った。 |
20 | আমরা আর কিছুতেই এটা মানতে পারি না যে তাইওয়ানের পাওয়ার কোম্পানি আমাদের দেহকে গিনিপিগের মতো ব্যবহার করবে। | それから搬入反対を叫び始め、闘いは20年以上続いている。 |
21 | নীচে ‘দ্যা বর্ডারল্যান্ড' নামে একটি প্রামাণ্য চিত্রের অংশ বিশেষ। | 1995年には「悪魔の放射性廃棄物追放宣言」を発表した: |
22 | এখানে অর্কিড দ্বীপে তাওদের জীবন আর সংস্কৃতি তুলে ধরা হয়েছে আর এই ভিডিও ক্লিপের ১. | 全世界に3,000人しかいない小数民族の達悟族は、詩を愛する平和な民族だ。 |
23 | ২০ থেকে ২. | モルモットのように我々の体を考えている台湾電力会社を、これ以上受け入れることはできない。 |
24 | ৫৮ মিনিট দৈর্ঘ পর্যন্ত কিছু মূল্যবান ঐতিহাসিক ছবি রয়েছে যা ১৯৮৭ সাল থেকে তাওদের পারমাণবিক বর্জ রাখার বিরুদ্ধে বিক্ষোভের ছবি দেখায়: ২০০২ সালের ৩১শে ডিসেম্বর তাওরা সক্ষম হয় তাইওয়ান পাওয়ার কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে। | 以下は、ドキュメント'The borderland‘の抜粋であり、蘭島での達悟族の生活と文化がビデオで紹介されるとともに、1分20秒から2分58秒の間では、1987年の放射性廃棄物反対運動が、歴史的に貴重な写真で表現されている: |
25 | তবে তাইওয়ান সরকারের কোন ইচ্ছা নেই দ্বীপ থেকে পারমাণবিক বর্জ সরানোর। | 2002年12月31日、達悟族は台湾電力会社との契約を終結させた。 |
26 | তাওদের জন্য এর পরের পর্যায়ের যুদ্ধ হচ্ছে সরকারের উপরে চাপ প্রয়োগ করা যাতে বর্জের এই সমস্যার সমাধান করা হয়। নীচে অর্কিড দ্বীপের পারমানবিক বর্জ সমস্যা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। | しかしながら、台湾政府には島から放射性廃棄物を運び出す計画はまったくなく、その時以来、達悟族の次の闘いは、廃棄物問題の解決を政府に強く求めることになった。 |
27 | রিপোর্টার পরিবেশবিদ, সরকার আর বিক্ষোভকারীদের সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু কেউ এই সমস্যার যথাযথ সমাধান দিতে পারেনি: | 以下は、蘭島についての放射性廃棄物特集だが、リポーターのインタビューに対し、実行可能な解決法を提示できる環境学者や政府関係者、反対派は1人もいなかった: |
28 | ২০০৮ সালে প্রথম ব্যারেল পারমাণবিক বর্জ অর্কিড দ্বীপে রাখার ২৬ বছর পরে, সরকার অবশেষে উদ্যোগ নেয় এই সকল পারমাণবিক বর্জ ব্যারেলের সম্পূর্ণ নিরাপত্তা তদন্ত করে দেখার। স্থানীয় একটা সংবাদ রিপোর্ট যেটা অর্কিড দ্বীপ ই- সংবাদ ওয়েবসাইটে আবার পুন:মুদ্রণ করা হয়, সেখানে বলা হয় ফলাফল দুশ্চিন্তার ছিল। | 最初に放射性廃棄物容器が蘭島に蓄積されてから26年後の2008年、政府がようやく行動を起こし、これらの安全性に関する綿密な調査をした。the Orchid Island e-news websiteに再投稿されたローカルニュース報告によれば、調査結果は憂慮すべきものだった。 |
29 | তাইওয়ান অ্যাটমিক এনার্জি কাউন্সিলের ইন্সপেক্টররা জানতে পারেন যে: | 台湾原子力委員会に任命された調査員たちは、次のように結論を出した: |
30 | প্রথম তদন্তের সময় বিবেচনা করা ৪০০০ এর বেশী ব্যারেল সব জং ধরে নষ্ট হয়ে গেছে। | 最初の調査では、4,000個余りの容器すべてがさびのために腐食していた。 |
31 | কিছু ব্যারেল এই পরিমাণ নষ্ট হয়ে গেছে যে লোহার পাতের গায়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। | 中には鉄製容器を横切って大きな亀裂が入るほどに腐食しているものもあった。 |
32 | ১৯৯২ সাল থেকে, এইসব পারমাণবিক বর্জের ব্যারেল উচ্চ তাপমাত্রা, জলীয় বাষ্পের উচ্চমাত্রা আর অর্কিড দ্বীপের লবনাক্ত পরিবেশের কারনে ধ্বংস হচ্ছে। | 1992年以来、これらの放射性廃棄物容器は、蘭島の高温多湿、高い塩分濃度の環境によって腐食が進んできた。 |
33 | পারমাণবিক বর্জের কে দেখভাল করবে? | 誰が放射性廃棄物に対処すべきか? |
34 | পারমানবিক বর্জের জন্য কে দায়ী থাকবে? | 誰が責任を取るべきか? |
35 | পারমাণবিক বর্জ কোথায় যাবে? | 放射性廃棄物はどこに移すべきか? |
36 | ব্লগার আনপো দেখিয়েছে যে পারমাণবিক বর্জের সমস্যা তাইওয়ানের শক্তির নীতিতে অবহেলা করা যাবে না, আর এর সাথে থাকবে পারমাণবিক শক্তি কেন্দ্রের নিরাপত্তার বিষয়: | Blogger Annpo は、放射性廃棄物の問題は、台湾のエネルギー政策、さらに原子力発電の安全性を見直す際に無視されるべきではないと指摘した: |
37 | অতীতে, আমাদের দেশে শক্তির অনেক দরকার ছিল বৃহত কারখানা তৈরির জন্য। | これまで、我が国は重工業を発展させるため、エネルギー需要が高かった。 |
38 | আজকেও আমাদের দেশ উন্নয়নের এই পথ অনুসরন করতে চায় যা থেকে অরো বেশী সমস্যা হবে যা ভবিষ্যৎে সমাধান করতে হবে। | 今日でも、将来解決しなければならない諸問題が生じる開発路線をこのままたどることを望んでいる。 |
39 | উন্নয়নের পরে সবসময়ে ‘দেনা' থেকে যায়। | 開発の後にはいつも「借金」が残る。 |
40 | কে দেনা আদায় করবে? | 誰がその借金を払うのか? |
41 | আমরা কি শক্তির ব্যবহারের মাত্রার উপরে তা নির্ধারণ করবো আর প্রস্তাব করবো যে যে স্থানের মানুষ সব থেকে বেশী বিদ্যুত খরচ করে সেখানে নতুন পারমাণবিক বর্জ রাখার স্থান করা হয়? | エネルギー消費率に従って決め、最も電気を消費する地域が、放射性廃棄物の新たな保管場所になるように要求すべきか? |
42 | আর জিজ্ঞাসা করা যে যারা পারমাণবিক শক্তি কেন্দ্রকে সমর্থন করে তারা যেন বাসায় একটা করে ব্যারেল নিয়ে যায়? | また、原子力発電所の支持者たちが、放射性廃棄物容器をひとつずつ自宅に持ち帰るように要求すべきか? |