# | ben | jpn |
---|
1 | ইরানঃ নারী ব্লগারকে শাস্তি হিসেবে ৫০ বার বেত্রাঘাত করা হয়েছে | イラン:女性ブロガーが鞭打ち50回の刑を受ける |
2 | ১৪ সেপ্টেম্বর, ২০১১-এ ইরানের এভিন কারাগারে ৫০ টি বেত্রাঘাতের পর ইরানের নারী ব্লগার সোমাইয়ে তৌহিদলো তার ব্লগে এই কথা গুলো লিখেছে [ফার্সী ভাষায়]: | イラン女性ブロガーSomayeh Tohidloo は2011年9月14日にエヴィーン刑務所で50回の鞭打ちの刑を課された後、次のような言葉をブログに載せた。 私を侮辱したかったのなら、これで満足でしょう。 |
3 | আপনারা সুখী হউন, যারা আমাকে অপমান করতে চেয়েছেন। | 実際、私の身体は屈辱に苛まれています。 |
4 | আমি স্বীকার করছি যে এখন আমার পুরো শরীর অপমানে জর্জরতি। | でも屈しない。 |
5 | সোমাইয়ে তৌহিদলো | Somayeh Tohidloo |
6 | সোমাইয়ে ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনে, প্রার্থী মীর হুসেন মৌসাভী-এর পক্ষে সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করছিল, এবং ২০০৯ সালে যখন ইরানে এক গণ আন্দোলন ছড়িয়ে পড়ে সে সময় তাকে ৭০ দিনের জন্য কারাগারে বন্দী রাখা হয়। | Somayehは2009年の大統領選挙でミール・フセイン・ムサビ氏のキャンペーンを活動的に手伝った。 2009年にイラン全土で大規模抗議活動が勃発後、彼女は70日-間の禁固刑に課されたのち、保釈金を支払って解放された。 |
7 | পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু ঘটনাক্রমে তাকে বেত্রাঘাত করা হল। | その時の鞭打ち刑がついに執行されたわけだ。 Green City は次のようなコメントを寄せた(ファルシ語)。 |
8 | গ্রীন সিটি লিখেছে [ফার্সী ভাষায়]: | これがイランという国なのだ。 |
9 | ইরানে সোমাইয়ে তৌহিদলোর মত পিএইচডি ডিগ্রীধারীকে বেত্রাঘাত করা হয়, সেখানে ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতারণা ঘটনা ঘটেছে [ লেক উরমিয়া নামক হ্রদের ঘটনায়] এবং এই প্রতারণার ঘটনায় কাউকে শাস্তি প্রদান করা হয়নি। | 博士号を持つSomayeh Tohidloo が鞭打ち刑をうけているその一方で、オルーミーイェ湖をめぐる30億ドルの詐欺行為は罰せられていない。 |
10 | গোমানামিয়ান ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়]: | ブロガーのGomnamian は驚きを隠せないようだ(ファルシ語)。 |
11 | সোমাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, সে আহমাদিনেজাদকে অপমান করেছে… আমি দেখতে পাচ্ছি, এক মানব্ এক অপরাধীর বিরুদ্ধে পোস্ট লেখার কারণে বেত্রাঘাতের মত শাস্তির শিকার হল। | Somayeh はアフマディーネジャードを侮辱したとして罪に問われたけど、犯罪者についてブログを書いて鞭打ち刑になるなんて驚いた。 さらにAzarmehr もフェイスブックの書き込みを紹介している。 |
12 | আজারমেহের লিখেছে: | 今日、 Somayehさんのフェイスブックのページには彼女をサポートするメッセージが山のように寄せられている。 |
13 | আজ সোমাইয়ে-এর ফেসবুকের পাতা, সমর্থকদের সমর্থন বার্তায় ভরে গেছে, খাতামির প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ আলি এবতাহি লিখেছে, “যারা সোমাইয়ে তৌহিদলোকে চেনে, তারা তাকে যৌক্তিক, বিনম্র এবং দৃঢ় চরিত্রের এক প্রতীক বলে মনে করে, আজ আমরা যখন শুনলাম যে ‘অত্যন্ত সম্মানিত রাষ্ট্রপতিকে' অপমান করার জন্য তাকে ৫০ টি বেত্রাঘাত করা হয়েছে, আমি মনে করি এতে সোমাইয়ে-এর দেহে নয়, ইরানের গর্বে বেত্রাঘাত করা হয়েছে। | ハタミ氏の前アドバイザーであるモハメド・アリ・アブタ-ニ氏は「Somayehさんを知っている人は皆、彼女が理性と、節度と品位に満ち溢れた人だということを知っている。 今日、彼女が、“尊敬すべき大統領”を侮辱-した刑で50回の鞭打ちを課されたと聞いたとき、彼女の体ではなく、イラン人のプライドが鞭打ちされた気がした。 |
14 | সোমাইয়ে, কেবল তুমি একমাত্র ব্যক্তি যে এই শাস্তির ঘটনায় অপমানিত হওনি”। | Somayeh、この鞭打ち刑が恥にならないのは君だけだよ。」 |
15 | সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বেশ কিছু ব্লগারকে জেলে পাঠিয়েছে। | と書いた。 |
16 | ওমিদ রেজা মিরসায়াফি, ইরানের এক ব্লগার। | イスラム共和国イランは近年数人のブロガーを投獄している。 |
17 | ১৮ মার্চ, ২০০৯ সালে সে কারাগারে বন্দী থাকা অবস্থায় এক রহস্যজনক ঘটনায় মৃত্যু বরণ করে। | イラン人ブロガーのOmid Reza MirSayafi氏は2009年、3月18日に獄中で謎の死を遂げている。 |