# | ben | jpn |
---|
1 | “জীবিত অপহৃত” শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় মেক্সিকানরা | 「生け捕りにした」学生たちを返せ! メキシコで1万5000人が抗議デモ |
2 | গত ৮ অক্টোবর, ২০১৪ তারিখে মেক্সিকো সিটিতে আয়টজিনাপা শিক্ষার্থীদের গুমের বিরুদ্ধে ১৫,০০০ প্রতিবাদকারীদের বিক্ষোভ সমাবেশ। | (訳注:メキシコ・ゲレロ州で9月26日、政府の教育予算削減反対デモに参加していたアヨツィナパ教員養成大学の学生が乗るバスが銃撃され、6人が死亡。 |
3 | ডেমোটিক্স। | 連れ去られ行方不明となっていた大学生43人中の28人とみられる遺体が、10月に入って発見された。 |
4 | মেক্সিকোর গুয়েরেরো উপকূলীয় অঙ্গরাজ্য থেকে গত ৮ অক্টোবর, বুধবারে কয়েক ডজন আয়টজিনাপা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। | 犯罪に関わった者への公平な裁きを求める大規模なデモがメキシコ全土で発生。 |
5 | এই অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন। | 地元イグアラ市長や警察がマフィアとの共謀により大量殺人に関与したとして逮捕され、その後も続報が続く。) |
6 | অপহৃতদের পরিবারগুলো এ সপ্তাহে নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। | 失踪したアヨツィナパの学生を生還させるよう訴える1万5000人規模のデモ隊(2014年10月8日メキシコシティにて。 |
7 | কারন এ সপ্তাহে গুয়েরেরোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি গোপন গণ কবর থেকে কর্তৃপক্ষ ২৮টি মৃতদেহ (এখনও শনাক্ত না হওয়া) উদ্ধার করেছে। | エンリケ・ペレス・ウェルタ撮影。 |
8 | অত্যন্ত দুঃখের বিষয়, এ ধরনের খবর মেক্সিকোতে একেবারে নতুন নয়। | Demotix提供) |
9 | বিশেষকরে দুইটি সান ফারনান্দো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। | 10月8日水曜日、メキシコシティで大規模な抗議デモが行われた。 |
10 | এখনও যেসব শিক্ষার্থী জীবিত আছেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। | その発端はメキシコ沿岸部のゲレロ州でアヨツィナパの学生が多数失踪したことにあるが、今週(訳注:オリジナル記事掲載日は10月8日)さらに被害者家族を苦しめるニュースが報道された。 |
11 | আর যারা বেঁচে নেই তাদেরকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। | ゲレロ州南東の秘密共同墓地で28人が身元不明の遺体として当局により発見されたのだ。 |
12 | বিক্ষোভকারীরা এমনটাই বলেছেন। | 悲しいことだが、こういった事件はメキシコでは珍しくない。 |
13 | সারাদেশ জুড়ে জনগণ রাজপথ দখল করে রাখার কারণে মেক্সিকোর নেটিজেনরা এই প্রচারাভিযান নিয়ে টুইটারে আলোচনা করেছেন। | 特に、二度にわたるサンフェルナンドでの大虐殺以降はひどいものだ。 |
14 | প্রতিবাদস্থল থেকে ব্যবহারকারী তানিয়া নিচের ছবিটি তুলে পোস্ট করেছেনঃ | デモ隊の要求は学生全員を親のもとに帰すことである。 |
15 | এঞ্জেলে আপনি ভ্রাতৃত্ব এবং ক্ষোভ অনুভব করতে পারবেন। | 彼らが生存しているかどうかに限らずだ。 |
16 | [দ্রষ্টব্যঃ মেক্সিকো সিটিতে স্বাধীনতার এঞ্জেল অত্যন্ত স্বীকৃত একটি স্থান। | この全国規模のデモは、メキシコのネット市民の間でもツイッターで話題になっている。 |
17 | এটি যেকোন উৎসব উদযাপন এবং প্রতিবাদ জানানোর এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।] | Taniaはデモのスタート地点から写真を投稿。 天使像には兄弟愛と憤りを感じさせる力がある。( |
18 | টুইটেরাএমএক্স একজন ব্যবহারকারী, যার টুইটারে ১৩,৬০০ অনুসারী রয়েছে। | 訳注:独立の天使像はメキシコシティではかなり有名な記念塔で、祭事とデモの両方における拠点とされてきた。) |
19 | তিনি ঘোষণা দিয়েছেনঃ | 1万3600人以上のフォロワーを持つTuiteraMxは次のようにツイートした。 |
20 | “নরমালিস্টাস”দের [শিক্ষণ শিক্ষার্থী] গুম হওয়ার যন্ত্রণা অবর্ননীয়। | 行方知れずのノルマリスタたちを思う苦しみは計り知れない。 |
21 | বিভিন্ন শহরে পালিত প্রতিবাদ কর্মসূচী তুলে ধরতে টুইটার ব্যবহারকারী পাউ ছবিগুলো শেয়ার করেছেনঃ | (訳注:ノルマリスタは教師の意味。 |
22 | আয়টজিনাপা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে জার্মানি, নরওয়ে, আর্জেন্টিনা এবং বলিভিয়াতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। | 彼らは教員養成大学の学生である。) 国内だけにとどまらない抗議デモ。 |
23 | আমরা সবাই আয়টজিনাপা। | Pauがその様子をシェアしている。 |
24 | মাউরিসিও টরেস প্রতিবাদ কর্মসূচীতে দৃশ্যটি বর্ননা করেছেনঃ | ドイツ、ノルウェー、アルゼンチン、そしてボリビアからアヨツィナパへの連帯デモ。 |
25 | বাবা মায়েরা সামনের সারিতে একটি ব্যানার হাতে ধরে হেঁটে যাচ্ছেন। | アヨツィナパに正義を。 |
26 | ব্যানারে গুম হওয়া ৪৩ জন তরুণ শিক্ষার্থীর মুখ। | 我らは皆アヨツィナパ。 |
27 | র্যালীতে জনসমাগম দেখে জর্ডি এম. | Mauricio Torresは抗議デモの様子を次のように伝えた。 |
28 | ওয়াই. | デモの先頭を歩く犠牲者の親。 |
29 | বেশ মোহিতঃ | 行方不明の若者43人の顔をプリントした旗を持っている。 |
30 | আয়টজিনাপাদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীটি বেশ বড় আকারে পালন করা হচ্ছে এবং এতে আমি মোহিত। | Jordy M.Y.が特に印象的だったとするのはデモの規模だ。 |
31 | আরও অনেক সংগঠন রিফর্মাতে [মেক্সিকো সিটির অন্যতম একটি প্রধান রাজপথ] এসে জড়ো হয়েছেন। | アヨツィナパへの連帯デモは本当に大きい。 |
32 | বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা থেকেও লোকজন এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেনঃ | 本当にすごい。 |
33 | আয়টজিনাপাঃ মেক্সিকোতে অবস্থিত বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনা দূতাবাসের সংহতি প্রকাশ। | メキシコシティのレフォルマ(訳注:メキシコシティの目抜き通りの一つ)には、まだまだデモ隊が集まりそうだな。 |
34 | শিক্ষার্থীরা অপহৃত হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে সেগুলোর মূল কারন বর্ননা করেছেন ডাঃ জন এম. | アルゼンチンの首都ブエノスアイレスの人々も抗議デモへの支援を表明している。 アヨツィナパのために。 |
35 | একারম্যানঃ | アルゼンチンの首都ブエノスアイレスのメキシコ大使館へいざ集結。 |
36 | মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। | ジョン・M・アッカーマン博士は、学生らの失踪により始まったこれらの草の根運動を次のように説明している。 |
37 | তাঁর সাথে সাথে তারা সমাজের জন্য রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাড়তি ভূমিকাও পালন করছেন। | これだけ多くの人が街頭でデモを繰り広げるのは、政治や教育にもっと社会の声を反映させよというだけでなく、死亡事件の公正な裁きをも要求しているからであろう。 10月8日のデモに関するより詳細な情報や、この事件についての最新情報は、次のハッシュタグを検索。 |
38 | ৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে আরও কিছু জানতে এবং এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আপনি #আয়টজিনাপা, #আয়টজিনাপাস্পম্পসটডস, #জাস্টিসিয়াপারাআয়টজিনাপা এবং #আয়টজিনাপাদেরজন্যন্যায়বিচার শিরোনামের হ্যাশট্যাগগুলো অনুসরণ করুণ। | #Ayotzinapa #AyotzinapaSomosTodos #JusticiaParaAyotzinapa #JusticeForAyotzinapa 校正:Naoko Mori |