# | ben | jpn |
---|
1 | বিশ্বকাপ অথবা অলিম্পিকের মতো আসর আয়োজন শুধুমাত্র খেলা এবং মজার জন্যই নয়। | ワールドカップ開催も楽じゃない? |
2 | এ ওয়েবসাইটটি সে ধারণা ভেঙে দিয়েছে | その功罪を分析するサイト |
3 | স্পোর্টস বেটার সিটিস ওয়েবসাইটের একটি স্ক্রিনশট। | 画像はウェブサイト「スポーツでより良い街へ」のスクリーンショット。 |
4 | চিন্তা করুন, ফিফা বিশ্বকাপ অথবা অলিম্পিকে কেবলমাত্র একটি দলই জিততে অথবা হারতে পারে। | FIFAワールドカップやオリンピックで勝負をするのは出場しているチームだけだと思っていないだろうか? |
5 | আবারও চিন্তা করুন। | よく考えてみよう。 |
6 | যে শহরগুলোতে এই খেলাগুলো আয়োজন করা হয় সেখানে এই ম্যাচগুলো একটি মিশ্র অনুভূতির সৃষ্টি করতে পারে। | スポーツイベントとは、開催する都市にとっても勝負となりうるのだ。 |
7 | অবশ্যই, সারা বিশ্ব জুড়ে থাকা লক্ষ লক্ষ ভক্ত কি ঘটছে তা দেখার জন্য এতে চোখ রাখে। | 世界中にいる何百万というファンがチャンネルを合わせて観戦するのだから、もちろん、このような巨大イベントを開催することはその国の知名度を高めることになる。 |
8 | এটির মতো এত বড় বড় খেলার আসর দেশটির প্রোফাইল আরও উন্নীত করতে পারে। | 適切な計画を立てれば、価値あるインフラ構築に拍車をかけることもできる。 |
9 | যথাযথ পরিকল্পনা হাতে নিয়ে প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ কাজকে ত্বরান্বিত করতে পারে। | 1992年のバルセロナオリンピックは、バルセロナが今日のような主要都市になるのに重要な役割を果たしたとされることが多く、たくさんの開催地から見本とされてきた。 |
10 | আজকের দিনে বার্সেলোনা যে একটি আধুনিক উন্নত নগরীর রুপ পেয়েছে, তাঁর বেশিরভাগ কৃতিত্ব দেয়া হয় সেখানে আয়োজিত ১৯৯২ সালের অলিম্পিক গেমসের আসরটিকে। | これらのイベントを開催するためには、開催国が莫大な資金を投資せざるを得ない。 その資金とは、教育や保健など他によりより使い道があるかもしれないのだ。 |
11 | পরবর্তীতে আরও অনেক শহরই এটিকে একটি ভাল উদাহরণ হিসেবে অনুসরণ করেছে। | 現在2014年FIFAワールドカップの真っただ中にあるブラジルの人々は、まさにこの理由で開催に抗議してきた。 |
12 | তবে আয়োজক শহরকে এ ধরনের বড় বড় খেলা আয়োজন করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। | また、その投資が報われず、脚光を浴びた都市が衰退し荒廃するかもしれないという現実的なリスクもあるのだ。 |
13 | এই বিপুল পরিমাণ অর্থ হয়তোবা শিক্ষা এবং চিকিৎসার মতো কোন খাতে খরচ করলে আরও বেশি লাভবান হওয়া যেত। | このため、これらのイベントは一言ではなんとも言い表しがたいだろう。 |
14 | আর এ কারনেই ব্রাজিল অর্থাৎ বর্তমানে ফিফা বিশ্বকাপ ২০১৪ আয়োজক দেশের জনগণ এই টুর্নামেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। | ハーバード大学のデザイン大学院と工学応用科学部(SEAS)から、2人の研究者がこの問題をより簡単にしようと試みている。 |
15 | এখানে সত্যিকার অর্থেই কিছু ঝুঁকি রয়েছে। | 2人は新しいウェブサイトSport Better Cities「スポーツでより良い街へ」を立ち上げた。 |
16 | পরিণামে এই বিনিয়োগ থেকে ব্রাজিল ততোটা লাভবান নাও হতে পারে। | このサイトの主な目的は、開催都市の目線からワールドカップとオリンピックのメリットとデメリットを説明することだ。 |
17 | উজ্জ্বল আলোক সজ্জায় সাজানো খেলার মাঠগুলো একদিন হয়তোবা নষ্ট হয়ে যাবে এবং পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হবে। | メディアや学術資料、その他の情報源から集められた情報を丁寧にリストにして投稿している。 |
18 | এসব কারণে এই খেলাগুলো নিয়ে রিপোর্ট করার কাজটি জটিল এবং স্পর্শকাতর করে তুলতে পারে। | その一例が「開催することの経済効果を現実的に見る。( |
19 | হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান বিভাগের দুইজন গবেষক এই ধরনের খেলা নিয়ে রিপোর্ট করার কাজটিকে কিছুটা সহজ করে তোলার চেষ্টা করেছেন। | Getting Realistic About the Economic Benefits of Hosting)」という記事だ。( |
20 | তারা দুজন একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন। | 記事のネタバレ:よくイベント前に予想されるような驚異的な景気浮揚は実際には起こらない。) |
21 | ওয়েবসাইটটির নাম “স্পোর্টস বেটার সিটিস”। | 2人はスポーツを非難しているわけではないと念を押す。「 |
22 | আয়োজক শহরগুলোর পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ এবং অলিম্পিক আয়োজনের ভাল এবং মন্দ দিকগুলো এই ওয়েবসাইটটিতে ব্যাখ্যা করা হবে। | 私たちはサッカーを愛している。」 |
23 | প্রচার মাধ্যম, পাঠ্যপুস্তক এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য উপাত্তগুলোকে পরিষ্কারভাবে সংকলিত তালিকা এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে এই ওয়েবসাইটটি প্রকাশ করবে। | 彼らのウェブサイトはこう掲げている。 |
24 | যেমন “আয়োজক দেশ হিসেবে অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে আরও বাস্তববাদী হওয়া” (ক্ষতিকর বিষয়ে সতর্কতাঃ প্রতিটি খেলা অনুষ্ঠিত না হওয়ার আগেই দ্যা মিরাকল ইকনোমিক বুস্ট প্রথানুসারে ভবিষ্যৎ বাণী করেছে।) | ジャーナリストやスポーツ好き、開催都市の人やその他のW杯ファンにとって、2014年ワールドカップを都市のインフラ構造や歴史的な背景から見ることがもっと容易になれば、と私たちは願っています。 |
25 | গবেষকরা আশ্বস্ত করেছেন, তারা খেলাকে আঘাত করার চেষ্টা করছেন না। | この取り込みによって、スポーツが都市をどのように良くしていくのかという話がもっとたくさん出てくれば良いと思っています。 |
26 | “উই লাভ ফুটবল” ওয়েবসাইটটি ব্যাখ্যা করেছেঃ আমরা শহুরে অবকাঠামো এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে সাংবাদিক, খেলা, শহর এবং অন্যান্য আগ্রহীদের জন্য বিশ্বকাপ ২০১৪ উপভোগ করা আরও সহজ করে তুলতে চাই। | 彼らは結局のところ、「美しい試合を開催することと同じくらい、開催都市の長期的な都市整備とインフラの必要性が重要視されること」を願っているのだ。( |
27 | আমরা আশা করি, এর ফলাফল হিসেবে খেলাটি আয়োজক শহরকে কীভাবে আরও উন্নত করে তুলতে পারে সে সম্পর্কে আরও বেশি আলাপচারিতার সুযোগ তৈরি হবে। | 訳注:the Beautiful Game(美しい試合)とは、サッカーの愛称。) |
28 | অবশেষে “সুন্দর একটি খেলা আয়োজনের সাথে সাথে অগ্রগণ্য বিষয় হিসেবে তারা আয়োজক শহরের দীর্ঘ-মেয়াদী উন্নয়ন এবং অবকাঠামোগত প্রয়োজন মেটাতে সক্ষম হবেন” বলে তারা আশা প্রকাশ করেছেন। | これらのイベントを開催することの影響について、共有すべき情報を持っている方がいればぜひSport Better Cities「スポーツでより良い街へ」へ。 |
29 | এই বড় বড় খেলার আসর আয়োজনের প্রভাব নিয়ে কিছু তথ্য শেয়ার করার কি দরকার আছে ? | 情報提供を歓迎しています。 |
30 | “স্পোর্ট বেটার সিটিস” ওয়েবসাইটিতে তথ্য ও পোস্ট করার আহ্বান করা হচ্ছে। | 校正:Yuko Aoyagi |