Sentence alignment for gv-ben-20070701-61.xml (html) - gv-jpn-20070624-3.xml (html)

#benjpn
1মায়ানমার: অঙ সান সু কির জন্মদিনে শুভেচ্ছাミャンマー:アウンサンスーチー女史への誕生日祝いの言葉
2মায়ানমারের অনেক ব্লগার বিরোধী দলীয় নেত্রী মাননীয়া অঙ সান সু কির ৬২তম জন্মদিন (১৯শে জুন ২০০৭) উপলক্ষে তাদের শুভেচ্ছা পাঠিয়েছে।今週、多くのミャンマーのブロガーは、2007年6月19日のビルマ反対派指導者アウンサンスーチー女史62歳の誕生日を祝い、祝福の言葉を送った。
3বহু বছর ধরে মায়ানমারের জনপ্রিয় গনতন্ত্রকামী নেত্রী নোবেল পুরস্কার বিজয়ী অঙ সান সু কি গৃহবন্দী অবস্থায় তার জন্মদিন উদযাপন করছেন।ミャンマーの民主化運動指導者でノーベル賞受賞者アウンサンスーチーさんは何年もの間、自宅軟禁状態で誕生日を祝ってこなければならなかった。
4প্রতি বছরই তার মুক্তির জন্যে প্রচুর লোক আশা প্রকাশ করে থাকে কিন্তু এখন পর্যন্ত তাদের আশার বাস্তবায়ন হয়নি।人びとは毎年彼女の釈放を願ってきたが、現在までその願いは叶わずにいる。
5এটি অত্যন্ত দুঃখজনক যে দেশের গনতন্ত্রের জন্য তার প্রতিরোধ ও যন্ত্রনাভোগ বছরের পর বছর দ্বীর্ঘায়িত হচ্ছে।国への信条のために彼女が抵抗し苦しむのを見るのは辛いものがある。
6তার এই অধ্যবসায় এবং অবিরাম প্রচেষ্টা দেশের অগনিত তরুনের শ্রদ্ধা অর্জন করেছে।彼女の粘り強さは人びとに深い感銘を与え、ミャンマーの若者の心の中には女史への尊敬の念が育っている。
7অঙ সান সু কি (ছবি স্টিভেন ব্রুকস) অনেক ব্লগারই কবিতা, গদ্য, শুভেচ্ছা ইত্যাদির মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে।アウンサンスーチー (写真:Stephen Brookes)
8নিন্মে উল্লেখযোগ্য পোষ্টগুলির একটি তালিকা দেয়া হলো:エッセー:
9কবিতা: শুভেচ্ছা:人びとがどのように彼女を呼んできたかを見ると興味深い。
10গদ্য: এটা বেশ কৌতুহল উদ্দীপক ছিল দেখা যে লোকজন তাকে বিগত বছরগুলোতে কিবাবে সম্বোধন করেছে।彼女は、ミャンマー連邦の娘、希望の声、レディー、その他多くの敬称で知られた。
11তাকে লোকে মায়নমারের কন্যা, আশার কন্ঠ, নেত্রী(দ্য লেডী) এবং অন্য অনেক প্রশংসামুলক সম্বোধন করেছে।今回62歳の誕生日では、多くのブロガーが、国の母と呼んでいた。
12এই ৬২তম জন্মদিনে অনেক ব্লগার তাকে দেশমাতা নামে ডেকেছে। ৫৪ বিশ্ববিদ্যালয় সড়ক ইয়াঙুনে অঙ সান সু কির বাড়ী (ছবি স্টিভেন ব্রুকস)ヤンゴン大学通り54番地にあるアウンサンスーチー宅 (image byStephen Brookes)
13ইতিমধ্যে বার্মানেট রিপোর্ট করেছেন যে জন্মদিনের উৎসবকে নিয়ন্ত্রন করার জন্যে তার বাসার আশে পাশে বিশেষ অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করা হয়েছে:一方で、Burmanetによると、誕生日祝いを取り締まるため、女史の自宅周辺には特別強化警備がしかれた。
14তিনজন এন এল ডি সদস্য যারা জন্মদিনের উৎসবে এসেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে।祝賀会に参加していたNLDのメンバー3人が当局に逮捕されたと、彼は付け加えている。
15রেঙুনে অবস্থানরত সুত্রগুলো জানায় সু কি'র বাসার চারিদিকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং গত সোমবার থেকে তার বাসার রাস্তার আশেপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।ラングーンの情報筋によると、当局は月曜日の夜からスーチー女史のインヤ湖畔の自宅周辺の警戒を強化し、また彼女の住む通りで有刺鉄線のバリケードを延長した。
16টিন্ট টিন্ট, একজন এন এল ডি সদস্য জানাচ্ছেন মান্দালয় প্রদেশের শোয়েবোতে সামরিক বাহিনি সমর্থিত একদল লোক কর্তৃক অন্যান্য এন এল ডির সদস্যদের হুমকি প্রদান করা হয়েছে।NLDメンバーTint Tintによると、マンダレー管区シュウェボにいた他のNLDメンバーもまた、軍の後ろ盾がある群衆がNLDマンダレー事務所に石を投げたり、オートバイのタイヤをパンクさせる鋭い鋲を事務所ビル近くの道路に撒いたりするなどの脅迫を受けたという。
17তারা এন এল ডি অফিসে পাথর ছুড়েছে এবং মটর সাইকেলের চাকা নস্ট করার জন্যে লোহার কাঁটা রাস্তায় ছড়িয়েছে।「レディー」へ祈りと願いこめ、彼女が平和な誕生日を迎えられることを願います。
18নেত্রী (দ্য লেডী), এইসব শুভেচ্ছা ও প্রার্থনার মাঝে আপনার একটি শান্তিপুর্ন জন্মদিন পালিত হউক। - মে নিন ফিউ原文:May Hnin Phyu