# | ben | jpn |
---|
1 | বাংলাদেশ: পর্যটকরা সুন্দরবনের পরিবেশ নষ্ট করছে! শীতকাল বাংলাদেশে ভ্রমণের সবচেয়ে ভালো সময়। | 大挙する観光客、世界最大のマングローブ林を破壊 |
2 | তাই বেশিরভাগ পর্যটকই ভ্রমণের জন্য এই সময়কেই বেছে নেন। | 騒音を立ててごみをまき散らす観光客の増加が、世界最大のマングローブ林を痛めつけている。 |
3 | ভ্রমণের তালিকায় তাদের প্রথম পছন্দের দিকে থাকে সুন্দরবন। বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাস সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। | このマングローブ林はバングラデシュからインド東部にかけてひろがり、 ベンガルトラ [en]を始め、アクシスジカ、鳥類、ワニ、さまざまな種類のヘビなどが生息する多様な野生動物の宝庫である。 |
4 | রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ-সহ অসংখ্য প্রাণির আবাস সুন্দরবন। | 冬季の現在でも温和な天候が観光客をシュンドルボンに呼び寄せ、それに伴い大勢の客が環境を顧みずにピクニックや観光をするため、自然環境が破壊され動物に害が及んでいる。 |
5 | কিন্তু পর্যটকদের উৎপাতে বিপন্ন দশা এই সুন্দরবনের। সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের দেখে বনের প্রাণীরা যেমন বিরক্ত হচ্ছে, তেমনি পরিবেশও নষ্ট হচ্ছে। | 毎年10万人近い国内外の観光客 [bn] がこのユネスコ世界遺産の地に押し寄せ、その数は年々20-30%ずつ増加している。 |
6 | বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম এবং অনলাইনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। | この問題によって地元メディアとブログ界で議論に火がついた。 |
7 | একদল পর্যটক সুন্দরবনে ঢুকছেন। | シュンドルボンでトレッキングをする観光客。 |
8 | ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 撮影はMohammad Mustafizur Rahman。 |
9 | সুন্দরবনে প্রতিবছর প্রায় এক লাখ পর্যটক বেড়াতে আসেন। | 許可のもと掲載 [en]。 |
10 | পর্যটকদের সংখ্যা প্রতিবছর ২০ থেকে ৩০ শতাংশ করে বাড়ছে। | 観光客は朝10時には蒸気船とそれより小型の手漕ぎボートにぞろぞろと乗船し始める。 |
11 | আর এদের বেশিরভাগই বনের পরিবেশের তোয়াক্কা না করেই ‘পিকনিক' আনন্দে মেতে ওঠেন। | 蒸気船はビートのうるさい音楽を大音量で響かせながら深い森の奥へと川を進む。 |
12 | প্রথম আলোর সাংবাদিক ইফতেখার মাহমুদ সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন: | 彼らはビニール製のポテトチップスの空き袋やポリ袋を船から川に投げ捨て、環境に多大な害を与えるのだ。 |
13 | বেলা গড়িয়ে সকাল ১০টা বাজতেই লঞ্চ আর ছোট জালি নৌকায় পর্যটকদের আনাগোনা বেড়ে গেল। মাইকে বিকট শব্দে হিন্দি গান বাজতে বাজতে একটার পর একটা লঞ্চ বনের ভেতরে হানা দিতে লাগল। | バードウォッチャーの Tareq Onu はシュンドルボン滞在中、 Facebook [bn] でコメントした。 |
14 | পর্যটকদের লঞ্চ চলে যাওয়ার সময় সুন্দরবনের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক চিপসের প্যাকেট ও পলিথিন নদীতে ভাসতে দেখা গেল। | ビニール袋やペットボトルをためらいなく川に投げ捨て、森で耳障りな音楽をガンガンかけている野蛮な人々を見かけた。 |
15 | তারেক অণু সুন্দরবনে ঘুরতে গিয়ে সেখান থেকে তার ফেসবুকে পোস্ট করেন: | どうしてこういう人がシュンドルボンに来るんだ? |
16 | কিছু অসভ্য মানুষ দেখলাম যারা বনের ভিতরে, নদীর জলে প্লাস্টিকের ব্যাগ, বোতল নির্বিকারে নিক্ষেপ করে এবং তারস্বরে মাইক বাজিয়ে গান শোনে। এরা কেন আসে সুন্দরবনে! | プロトム・アロのコメンテーター、Mohammed Arifur Rahman Chowdhury [bn] は、こうした観光客は無知であると言う。 |
17 | সুন্দরবন ভ্রমণ করতে আসা এইসব পর্যটকদের অশিক্ষিত বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী: | 観光客として、我々は非常に無知である。 |
18 | আমরা এখনো অশিক্ষিত পর্যটক, আমার এখনো জানিনা কোন এলাকাতে কি ভাবে ভ্রমণ করতে হয়। | 旅行のエチケットも、自然を乱さないためにはどうしたらいいかも、いまだ知らずにいる。 |
19 | বনের সোন্দর্য বিকট শব্দে গান বাজিয়ে হই হুল্লোড় করে উপভোগ করা যায় না। | うるさい音楽をかけて、シュンドルボンの静けさを楽しむこともできないのだ。 |
20 | সুন্দরবনে অনেকগুলো নদী রয়েছে। | シュンドルボンに多数ある河川を移動する船も増加している。 |
21 | এই নদীপথে ২০১১ সালে জাহাজ ও কার্গো চলত ২৫টি। ২০১২ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৩০-এ। | 2011年にこの地域を航行した一般の船や貨物船は25隻だったが、わずか1年後には130隻以上に急増した [bn]。 |
22 | এই জাহাজগুলোও প্রতিদিন হর্ন বাজিয়ে, দূষিত ধোঁয়া উড়িয়ে ও বর্জ্য তেল ফেলে বনের পরিবেশ নষ্ট করছে। জেলেদের মাছ ধরার জাল। | 毎日、こうした船は水力発電式の警笛を響かせたり、汚染した排気や排油を垂れ流しては、シュンドルボンの自然環境を少しずつ破壊するのだ。 |
23 | ছবি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। | 川に浮かぶ漁業用の網。 |
24 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। আবার মাছ ও পোনা ধরতে গিয়ে জেলেরাও বনের অনেক ক্ষতি করছেন। | 撮影はMohammed Mustafizur Rahman。 |
25 | সামহোয়ারইনব্লগে স্বপ্নবালক আমি লিখেছেন: | 許可のもと掲載 [en]。 |
26 | মাছ বা কাঁকড়া ধরতে কিংবা শামুক-ঝিনুকের খোঁজেও যারা যান তারা যে স্রেফ মাছ-কাঁকড়া-ঝিনুক নিয়ে ফেরেন তা নয়। | 魚やカニ、巻貝などを捕りに来る漁師が、森の木を伐採しボートに括り付けてその日の収穫物と一緒に持ち帰ることがある。 |
27 | পথে গাছ কেটে নৌকায় তুলে কিংবা নৌকার সঙ্গে বেধে ভাসিয়ে নিয়ে আসেন। | しかし希望はある。 |
28 | আশার কথা, পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে সুন্দরবন ভ্রমণের খসড়া নীতিমালা তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে, জীববৈচিত্র্য বা প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো শব্দযন্ত্র যেমন-মাইক, মাইক্রোফোন, রাসায়নিক দ্রব্য, পটকা, বাজি ইত্যাদি পর্যটকবাহী জলযানে রাখা যাবে না। | シュンドルボンで身勝手な観光に終止符を打ち、エコツーリズムを促進するために、政府は環境にダメージを与えかねない物品の携帯を禁じる法案 [bn] を打ち出した。 |
29 | পর্যটকদের ব্যবহৃত যেকোনো পরিবেশ দূষণকারী দ্রব্য যেমন-পলিথিন, প্লাস্টিক, কৌটা ইত্যাদি বা খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলা যাবে না। | マイクやメガホン、化学製品、プラスチック、不要な食料を川に捨てることは禁じられ、ボートには適切なごみ処理システムを設けることが義務付けられるだろう。 |
30 | এ জন্য জলযানেই বর্জ্য রাখার ব্যবস্থা থাকতে হবে। | 校正:Yasuhiro Hagiwara |