# | ben | jpn |
---|
1 | সিওপি১৯: জলবায়ু'র জন্য অনশন | COP19: 気候への取り組みを訴えて断食 |
2 | ফিলিপাইনের মুল দর-কষাকষি কারী ইয়েব সানো। ফ্লিকার ব্যবহারকারী ৩৫০ অর্গ থেকে ছবি নেয়া হয়েছে। | フィリピン政府代表団主席イェブ・サノ Flickrユーザー350.orgから転載(クリエイティブ・コモンズ・ライセンスCC BY-NC-SA 2.0) |
3 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. ০) এর আওতায় প্রকাশিত। | ポーランドでの気候変動枠組条約国会議(COP19)に出席したフィリピン代表団主席のイェブ・サノは、今回の会議における交渉で現実的な解決策が見いだされるまで、食を断つことにした。 |
4 | পোল্যান্ডে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে (সিওপি১৯) ফিলিপাইনের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন ইয়েব সানো। | 彼は、この会議が「最貧国へ気候正義」をもたらすように推移することを願っている。 |
5 | তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সম্মেলনে আলোচকদের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত প্রকৃত সমাধান বের হবে, ততক্ষণ তিনি না খেয়ে থাকবেন। | また、 ハイエン台風(訳注:以下台風30号と表記する)を気候変動と関連したものと考えている。 |
6 | ‘দরিদ্র দেশগুলোর প্রতি জলবায়ুর অবিচার' বন্ধে কার্যকর পদক্ষেপ চান তিনি। | なお、この台風30号により4千人以上が生命を奪われ、4百万人が住居を失った。 |
7 | এর সাথে সম্প্রতি ফিলিপাইনের সুপার টাইফুন হাইয়ানের যোগসূত্রও তুলে ধরেছেন। | サノはハッシュタグ #FastingForTheClimate(訳注:「気候への取り組みを訴えて断食」の意)の使用を開始し、ウェブ上で自己の信念を広く発信しようと意図した。 |
8 | জলবায়ু পরিবর্তন জনিত কারণেই হাইয়ানের মতো সুপার টাইফুন আঘাত হানছে। | イェブ・サノ @yebsano |
9 | উল্লেখ্য, হাইয়ানে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। | 第一日 #FastingForTheClimate |
10 | গৃহহারা হয়েছেন ৪ মিলিয়নেরও বেশি মানুষ। | 他のCOP19参加者、例えばボリビアのPablo Solonはツイッターを使用してサノを支援している。 |
11 | সানো জলবায়ু পরিবর্তনের কারণ ছড়িয়ে দিতে #ফাস্টফরদ্যক্লাইমেট হ্যাশট্যাগ ব্যবহার শুরু করেন: | Pablo Solon @pablosolon |
12 | প্রথম দিন। #ফাস্টফরদ্যক্লাইমেট | 行動を通してのみ気候変動枠組条約( #UNFCCC)の弱体を打破できる。 |
13 | বলিভিয়ার পাবলো সলনের মতো আলোচকরা সানোকে সমর্থন দিতে টুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করেন: | あなたのハンガーストライキを全面的に支持します。 |
14 | #ইউএনএফসিসিসি-এর নীরবতা ভাঙ্গলেই কেবল এটি সম্ভব হতে পারে। | @yebsano #ClimateJustice |
15 | আপনার অনশনের প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে। | サノははまた今回の断食の動機となった教えとしてマハトマ・ガンジーの下記の言葉を引用している。 |
16 | নিজের অনশনের কথা বলতে গিয়ে সানোর মহাত্মা গান্ধীর উদ্বৃতি দিয়েছেন: | イェブ・サノ @yebsano |
17 | সুখ হলো সেটাই, আপনি যা ভাবেন, যা বলেন এবং যা করেন, তা যখন একসাথে মিলিত হয়- মহাত্মা গান্ধী। | 幸せとは、あなたが考えることと、あなたが言うことと、あなたがすることの調和が取れている状態である。-マハトマ・ガンジー#FastingForTheClimate |
18 | জলবায়ুর জন্য অনশন ইতোমধ্যে টু্ইটার হয়ে ব্লগোস্ফিয়ারে ছড়িয়ে পড়েছে। | しかし、気候への取り組みを訴える断食は、Twitterの領域を越えブロゴスフィア(訳注:インターネット上のコミュニティー)にまで広まっている。 |
19 | নিউজিল্যান্ডের মানবাধিকার সংগঠনের আইনজীবী এবং অ্যাডপ নেগোশিয়েটর প্রজেক্টের কর্মী ডেভিড টং জলবায়ু পরিবর্তন নিয়ে তার দেশের সরকারের প্রতিক্রিয়া কেমন সে বিষয় নিয়ে ব্লগে লিখেছেন। | ニュージーランドの国際人権の弁護士であり Adopt a Negotiator Projectの会員でもあるDavid Tongはブログで、ニュージーランド政府の気候変動問題への取り組み姿勢に懸念を示した。 |
20 | সেখানে তিনি সানোর কথা উল্লেখ করেছেন: | また、サノについても言及した。 |
21 | আমি আমার সরকারের আচরণে লজ্জিত। | ニュージーランド政府の姿勢は恥ずかしい限りだ。 |
22 | গ্রিন পার্টির রাসেল নরম্যান জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট টাইফুন হাইয়ানের সাথে নিউজিল্যান্ডের সম্পর্ক থাকার বললে, তারা খুব হেসেছেন। | なぜなら、我が国の政府はニュージーランド緑の党のラッセル・ノーマンが台風30号は、気候変動と関連があるとしたとき、彼を嘲笑したからである。 |
23 | তারা খুব হেসেছেন। | 政府は彼を嘲笑し馬鹿にした。 |
24 | তাকে নিয়ে মশকরা করেছেন। | 政府は「恥を知れ」となじった。 |
25 | তারা ‘লজ্জা' বলে চিত্কার করেছেন। | もう一度言わせてもらおう。 |
26 | আমাকে আবার বলতে দিন: ইয়েব সানো যখন নিউজিল্যান্ড সংসদের উদ্ধৃতি দিয়েছিল, তখন মানুষজন হেসেছিল। | イェブ・サノがニュージーランド国会で引き合いに出されたとき、国会は彼を嘲笑した。 |
27 | সবচে' ভয়াবহ টাইফুন গত সপ্তাহে আঘাত হেনেছে। | 先週末、これまでで最悪の台風が来襲した。 |
28 | এতে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। | その台風により1万人以上が亡くなり、47万8000人が住居を失った。 |
29 | ৪ লক্ষ ৭৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। | 実際、彼らは家族もあり子供もあり、また生命と愛を持った人間であり、一般大衆である。 |
30 | ফিলিপাইনের মূল আলোচক ইয়েব সানো একজন প্রকৃত মানুষ, যিনি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চুক্তি সম্পাদনের জন্য অনশন করছেন। | フィリピン政府代表団主席イェブ・サノはそのような台風を実際に体験した一人である。 そして、我々すべての未来のためになる取り決めがなされるまで、断食をすることを誓った。 |
31 | আর আমাদের নির্বাচিত প্রতিনিধিরা হেসেছেন। | それに対して、ニュージーランド国民が選出した国会議員たちは嘲笑した。 |
32 | এখানে, অসলোতে কেউ কিন্তু হাসছে না। | ここワルシャワにいる人たちは誰も嘲笑はしていない。 |
33 | ৩০ জনেরও বেশি মানুষ ইয়েবের সাথে অনশনে যোগ দিয়েছে। | 嘲笑するどころか、30人以上の人が彼と一緒に断食に参加している。 |
34 | ফিলিপাইনের উন্নয়ন বিশেষজ্ঞ কার্লে লাবেরিয়াও অ্যাডপ নেগোশিয়েটর প্রজেক্টে ব্লগিং করে থাকেন। | フィリピンの開発専門家Carlie LabariaもまたAdopt a Negotiator Projectのブログに幾つかの投稿している。 |
35 | তিনি তার সর্বশেষ ব্লগে নিজ শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। | 彼女は最近もひとつの投稿をしている。 |
36 | তাছাড়া পোল্যান্ডে জলবায়ুর সংকট মোকাবেলায় বর্তমানে যেসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে, তার সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে হতাশা ব্যক্ত করেছেন: | その中で 彼女の故郷の現状を述べている。 彼女に言わせれば、ポーランドで行われている気候会議中に現在までに到達した決定事項は、彼女の故郷の現状から見ると失望に値するものである。 |
37 | আমি চিন্তিত আমার মা, বাবা, ছোট্ট বোন, আমার শহর, ভিসায়াসের মানুষজন, বিশেষ করে টাকলোবান আর পানায় নিয়ে। | 私は、お母さん、お父さんそれに妹、故郷、ヴィサイヤの住民、中でもタクロバンとパナイの住民のことが心配です。 |
38 | কতটা দু:খ-কষ্ট-যন্ত্রণা ভোগ করলে বিশ্বনেতাদের বোধোদয় হবে, মানুষের টিকে থাকার লড়াই, সম্মান আর মানবিকতা উপলদ্ধি করতে পারবেন? | 世界のリーダーたちは、あとどれだけ人々が苦しむのを見れば、発展途上国の損失および損害に対処することは、生存、尊厳、および正義や平等を重んじることだということを自覚するのだろうか。 |
39 | সম্মেলন চলাকালে কয়েকশ' রাজনীতিবিদ এটা নিয়ে আলোচনা করেছেন। তারা একটি আদর্শ চুক্তিতে পৌঁছাতে চেয়েছেন। | COP19に数百人の政治家が集まり、頻発する極端気象の原因となっている気候変動を食い止めるために、各国はどのような行動を起こすことができるか議論を重ね、理想とする合意点を探っている。 |
40 | তাদের দেশ জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কীভাবে ভুমিকা রাখতে পারে সেটা নিয়েও বলেছেন। | しかし、各国にはそれぞれの事情があり、合意に達するまでの歩みは遅い。 |
41 | কিন্তু প্রত্যেকটি দেশের নিজস্ব স্বার্থ আছে। | その歩みは通常予想されるよりもさらに多くの時間を要している |
42 | তাই চুক্তিতে পৌঁছাতে একটু বেশি সময় লাগছে। | あと2日すると、現在ポーランドで行われている環境会議は終了するが、サノはなお断食を続けている。 |
43 | পোল্যান্ডে জলবায়ু নিয়ে আলোচনার দুইদিন চলে গেছে। | 彼はまた、ネットワーク上である運動を始め、各国政府がこの会議で実効性のある行動をとるようにと圧力をかけている。 |
44 | সানো এখনও অনশন করে যাচ্ছেন। | Avaaz @Avaaz |
45 | সম্মেলনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারগুলোকে চাপে রাখতে তিনি একটি অনলাইন প্রচারণা শুরু করেছেন। ফিলিপাইনের জলবায়ু আলোচক ইয়েব সানো ৬ লাখ আভাজ পিটিশন পেশ করছেন। | フィリピン代表団主席のイェブ・サノ(@YebSano)は#Avaaz の60万通の嘆願を強烈に配信している。https://t.co/aAKXQopzB5 #COP19 |
46 | সানো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন ধরনের পদ্ধতি চান, যাতে গরীব দেশগুলো জলবায়ুর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে। | サノは「気候変動枠組条約の下で新しい仕組みが整備され、それにより貧しい国々が気候変動に伴う損失を削減できるようになること」を望んでいる。 |
47 | জাতিসংঘের বর্তমান প্রক্রিয়ার অধীনে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নয়নশীল দেশগুলোকে বেশি দায়বদ্ধ বলে ধরে নেয়া হয়। | 国連のこれまでの取り組みでは、先進国は気候変動をもたらしたことに対して大いに責任があるとされている。 気候変動は先進国が毎年排出する大量の炭素に起因するものだからである。 |
48 | তারা বছরের পর বছর কার্বন উদগীরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ভুমিকা রাখে। | 今回の会議で、どのような結果が導き出されるか。 |
49 | এতো আলোচনার ফলাফল হয়তো আগামী সম্মেলনে সাফল্য বয়ে আনতে সাহায্য করবে। | それが、2014年にペルーのリマで引き続き行われる気候変動会議が成功するかどうかの鍵となる。 |
50 | আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে ২০১৪ সালে, পেরুর রাজধানী লিমায়। | 校正:Tomoko Ishihara |