# | ben | jpn |
---|
1 | সিঙ্গাপুর: বয়স্ক রোগীর প্রতি দুর্ব্যবহার নিয়ে ক্ষোভ | シンガポール:老人ホーム入居者に対する虐待への怒り |
2 | প্রতিষ্ঠানটির নাম নাইটিংগেল নার্সিং হোম কিন্তু মনে হয় এর কিছু নার্স ফ্লোরেন্স নাইটিংগেল থেকে অনেক দূরে সরে গেছেন। | その施設はナイチンゲール老人ホームと呼ばれているものの、看護師の何人かはフローレンス・ナイチンゲールの真の後継とは言いがたい。 その老人ホームの入居者である75歳の女性に対する虐待の様子を隠し撮りした映像が先週ネット上で公開され、シンガポールの国民はショックを受け動揺している。 |
3 | সিঙ্গাপুরবাসীরা অবাক হয়েছেন ও কষ্ট পেয়েছেন ওই নার্সিং হোমে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধার প্রতি দুর্ব্যবহার সচক্ষে দেখে যা জুন মাসের প্রথম সপ্তাহে ইউটিউবে তুলে দেয়া একটা লুকানো ভিডিওতে ধরা পড়েছে। | ベッドに横たわった老齢の患者を看護師が平手打ちしている映像だ。 http://www.youtube.com/watch? |
4 | ঐ ভিডিওতে একজন নার্সকে বিছানায় শুয়ে থাকা বয়স্ক একজন রোগীকে চড় মারতে দেখা যাচ্ছে: | v=c7kkJ2Glxko&feature=related |
5 | http://www.youtube.com/watch? | 多くのシンガポール人が虐待を行った看護師たちの処罰を求めている。 |
6 | v=c7kkJ2Glxko&feature=related অনেক সিঙ্গাপুরবাসী দুর্ব্যবহার করা নার্সদের শাস্তি চাচ্ছেন। | Javert's World はこう綴る。 |
7 | জ্যাভার্টস ওয়ার্ল্ড লিখেছে: | 我々は職員たちがどのような罰を受けるのか知る必要がある。 |
8 | জনগণের জানা প্রয়োজন যে কর্মীদেরকে কি শাস্তি দেয়া হয়, হয়তো মৌখিকভাবে সাবধান করা সম্ভব? | まさか口頭注意だけだとか? |
9 | নার্সিং হোমের প্রধানকেও শাস্তি দেয়া উচিত আর নিগৃহীত ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া উচিত। | 老人ホームの責任者も処罰を受けるべきだし、被害者とその家族には賠償金が支払われるべきだ。 |
10 | এটা যে কারো সাথেই হতে পারে আর আমি হতাশ যে এটা সিঙ্গাপুরে ঘটেছে। | この事件の被害者はだれであってもおかしくない。 |
11 | রুবেন চান জানিয়েছেন যে খুব কম সিঙ্গাপুরবাসী তাদের বয়স্ক আত্মীয়ের সেবা করতে চায়: | こんな事件が実際に我が国で起こったのが残念でならない。 |
12 | আপনি কি আশা করতে পারেন যখন বৃদ্ধদের সেবা আমরা দিয়ে দেই এমন শ্রমিকদের হাতে যে ধরনের কাজ সিঙ্গাপুরবাসীরা করতে চায়না। | Reuben Chanはほとんどのシンガポール人が高齢の係累の面倒を見たがらない現状を指摘する。 |
13 | নার্সিং চাকচিক্যময় কোন পেশা না আর সিঙ্গাপুরবাসী এটা করতে চায়না। | シンガポール人自身が嫌がる仕事をやってくれている一時雇いの外国人労働者に自分の年老いた両親の世話を外注しておいて、一体なにを期待するのだ。 |
14 | ধনী ডাক্তার হতে তারা চান। | 看護職は地味で魅力がないという理由で、シンガポール人のなり手がない。 |
15 | রোগীর পশ্চাদ্দেশ মোছার জন্য নার্স হতে চাননা। | かっこよくてリッチな医者になるのはOKだけれど、患者のお尻を拭いて回る看護師になるのは真っ平なのだ。 |
16 | নার্সদের খিটখিটে বৃদ্ধদের সাথে কাজ করতে হয় যাদেরকে তাদের সন্তানরা দেখতে চাননা। | 看護師たちは、自分の子供たちからさえ見放された気難しい老人たちの相手をしなければならない。 |
17 | যদি তারা জানে যে রোগীর নিজের সন্তানরা তাদের সম্মানের সাথে ব্যবহার করবে না, তাহলে তারাও বা কেন করবে। | 彼ら自身の子供たちさえそうしないだろうとわかっているのに、なぜ自分たちはこの老人たちを尊敬の気持ちを持って世話しなきゃならない? |
18 | সবাই তো আর ফ্লোরেন্স নাইটিংগেল বা মাদার তেরেসা নন। | 皆が皆フローレンス・ナイチンゲールやマザー・テレサではないってことだ。 |
19 | লো এন্ড বিহোল্ড সন্দেহ করেন যে অন্যান্য নার্সিং হোমেও এই ধরনের নির্যাতন হয়ে থাকে: | Loh and behold は、他の老人ホームにも虐待があるのではないかと疑っている。 |
20 | নাইটিংগেল নার্সিং হোমের পিছনের বিকলাঙ্গদের সনাক্ত করা উচিত, যেভাবে ওই বেচারী বৃদ্ধাকে বিছানায় ফেলা হয়েছে সেভাবেই তাদের জেলে ভরা উচিত আর উচিত চাবিটা স্থায়ীভাবে ফেলে দেয়া। | ナイチンゲール老人ホームの事件に関わったばかどもはみんな身元を特定して、刑務所に放り込むべきだ。 |
21 | আর কতো নির্যাতনের সংবাদ সামনে আসতে হবে যখন এই ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হবে? | あのかわいそうな老婦人がベッドに放り出されたみたいにね。 |
22 | এই ধরনের নার্সিং হোমে, বিশেষ করে ডিমেন্সিয়া থাকা অশিক্ষিত বাসিন্দাদের নিয়ে, আমি কেবল ভিতরের বিভীষিকা কল্পনা করতে পারি। | で、鍵は永久に捨ててしまうといい。 |
23 | আমি নিশ্চিত নির্যাতনের আরো ঘটনা আছে যা সম্পর্কে জনগণ কিছু জানে না। | 本当に深刻な事件が起こる前にいったいいくつの虐待が明らかにならなくちゃいけないんだろう。 |
24 | এটা জানা গেছে যে ভিডিওতে দেখানো বয়স্ক রোগীর ছেলে এই ঘটনা স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছেন তিন মাসেরও বেশী সময় আগে। | 認知症を患った無学な人々を主に収容するこういった老人ホームの内部で行われていることを想像するとゾッとするね。 人知れず行われている虐待事件は他にも絶対あると思う。 |
25 | কিছু লেখক মনে করছেন যে গত মাস নির্বাচনী প্রচারনার সময় ছিল বলে সরকার এই ব্যাপারটা ‘চেপে' গেছেন। | ビデオに写っている老婦人の息子は、この虐待について保健機関当局へ3ヶ月以上前に通報したことが明らかになっている。 |
26 | সাম্প্রতিক একটা অগ্রগতিতে, সরকার এই নার্সিং হোমকে নতুন রোগী নেয়ার ব্যাপারে নিষেধাঞ্জা দিয়েছে। | 先月の総選挙期間中、政府はこの問題を”黙殺”したと考えるライターもいる。 |
27 | মি: ব্রাউন. | 新しい動きとして、政府はその老人ホームの新規患者受け入れを停止させた。 |
28 | কম এটা অদ্ভুত হিসেবে ভাবছেন যে এই নার্সিং হোমকে কেবলমাত্র শাস্তি হিসাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে: | 老人ホームに対する処罰が受け入れ停止のみであるのはおかしいと mrbrown.com は指摘する。 |
29 | কাউকে শাস্তি দেয়া হয়নি, কারো মাথা কাটা যায়নি, আর নার্সিং হোমকে কেবলমাত্র নতুন রোগী নিতে মানা করা হয়েছে। | 誰もこの事件の責めを負わず、首になるものもいない。 老人ホームはただ単に新しい患者の受け入れを停止させられただけ。 |
30 | ভয়াবহ। | ありえない。 |
31 | টুইটার আর ফেসবুকের কিছু মন্তব্য: | TwitterやFacebookにもコメントが寄せられている: |
32 | @ইভান লিবি: নাইটিংগেল নার্সিং হোম নতুন সিঙ্গাপুর কুস্তিগির তৈরি করছেন? | @Evan_Lby :ナイチンゲール老人ホームはシンガポールの新人レスラー育成に乗り出したのか? |
33 | বৃদ্ধদের বিছানায় আছড়িয়ে ফেলে, মুখে চড় মেরে… | 老人をベッドに押し倒し、口を平手打ちし・・・ |
34 | চ্যান সিএল: স্বাস্থ্য মন্ত্রনালয়ের উচিত এই নার্সিং হোমকে বন্ধ করে দেয়া। | Chan CL : シンガポール保健省はこの老人ホームを閉鎖すべき。 |
35 | হোমের নাম তাদের জন্য লজ্জার বিষয়। | ナイチンゲールの名が泣くよ。 |
36 | এই ব্যাপারটা সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে আলোচনা শুরু করিয়েছে। | この事件をきっかけとして、シンガポールでは医療ケアの質に関する論争が巻き起こった。 |
37 | থেরেসা লুয়াং আর সুমাত্রা মেনন কিছু পদক্ষেপের কথা আলোচনা করেছেন সিঙ্গাপুরের বয়স্কদের ভালো স্বাস্থ্য সেবার জন্য: | Therese Leung と Sumytra Menon はシンガポールの高齢層へよりへの保険医療サービス提供を改善する手法について議論している。 |
38 | দীর্ঘ সময়ের জন্য, সিঙ্গাপুরের দরকার স্থানীয় কর্মীদের জন্য সুবিধা বের করা দীর্ঘ সময়ের সেবার সেক্টরে যাতে বিদেশী কর্মীদের উপরে আমাদের নির্ভরতা কমে যায়। | 長期的に見て、シンガポールは外国人労働者への依存を減らすため、自国の労働者に長期医療ケアの仕事に身を捧げようと思わせるような報奨の仕組みを再設計する必要がある。 |
39 | আমরা কিছু অবকাঠামগত পরিবর্তনের সমন্বয় প্রস্তাব করছি এই সকল কাজে বেতন, কর্ম জীবনের উন্নয়ন আর দেখাশোনার সমন্বয়ে। | これらの仕事に対して、賃金、キャリア形成、そして監督指導の見地から、いくつかの構造的改革の組み合わせを提案したい。 |
40 | গবেষণায় দেখা গেছে যে বেতনের স্তর বৃদ্ধি করলে দীর্ঘ মেয়াদী সেবার কর্মক্ষেত্রে স্থানীয় কর্মীদের আকর্ষিত হওয়ার আর টিকে থাকার প্রবণতা বাড়বে। | 調査によると、賃金体系の底上げにより長期医療ケア事業に自国の労働者をひきつけ、留め置くことができる。 |
41 | বেতন বৃদ্ধি একবারের বোনাস হিসাবে না দেখে ধাপে ধাপে পে স্কেলের মধ্যে ফেলতে হবে যা অনেক বছরের অভিজ্ঞতার পুরষ্কার হবে। | 賃金引き上げは、一時金として与えるのではなく、経験年数を考慮した給与テーブルに組み込んだほうがよいだろう。 |
42 | লেখকদের মত অনুসারে, আজকে সিঙ্গাপুরের বার জনের মধ্যে একজন সিঙ্গাপুরবাসী অন্তর ৬৫ বছর বয়স্ক কিন্তু ২০৩০ সালের মধ্যে পাঁচ জনের মধ্যে একজন বয়স্ক নাগরিক হবেন। | 著者らによると、現在のところ65歳以上のシンガポール国民は12人に1人であるが、2030年には5人に1人が高齢者になると予想されているとのことだ。 |