# | ben | jpn |
---|
1 | পানামা: বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা লাভের মত এক ঐতিহাসিক অর্জনের আশা | パナマ:W杯初出場へ、高まる期待 |
2 | শুক্রবার, ৮ জুন তারিখ থেকে পানামার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ-এর খেলা শুরু হল, আর এর মধ্যে দিয়ে পানামাকে এই প্রথম কোন গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে দেখা যেতে পারে; সেটি হচ্ছে ব্রাজিল ২০১৪ ফুটবল বিশ্বকাপ। | 6月8日金曜日、パナマ代表は、あるサッカーの大きな国際大会初出場へ向け、地区予選の準備を進めていた。 2014年に開催される、ワールドカップ・ブラジル大会だ。 |
3 | এর আগে পানামা ফুটবল র্যাংকিং-এ কখনো এতটা উন্নতি লাভ করেনি, যে তারা কনকাকাফ (উত্তর , মধ্য এবং ক্যারিবীয় ফুটবল সংস্থা) নামক গ্রুপ থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম । | これまで世界ランキング下位のパナマは、北中米カリブ海サッカー連盟(CONCACAF)の地区予選突破を果たせていない。 この地区では、特定の常連国がランキング上位を独占している。 |
4 | এই গ্রুপের বৃহৎ এবং আরো বেশী শক্তিশালী জাতীয় দল, যেমন মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, এবং হন্ডুরাস র্যাংকিং-এর উচ্চে অবস্থান উপভোগ করে। | メキシコ、米国、コスタリカ、ホンジュラスなどといった国々だ。 |
5 | কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এবং গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারীকে কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা) গ্রুপের পঞ্চম স্থান অধিকারীর সাথে প্লে-অফ ম্যাচে খেলতে হবে। | CONCACAF地区の上位3チームが直接本大会へ出場、4位は、南米サッカー連盟(Conmebol)地区の5位とプレーオフを戦わなければならない。 パナマ代表は、ドミニカとニカラグアの両チームに勝利を収めるなど好調だ。 |
6 | গ্রানাডা এবং নিকারাগুয়া, যে দুটি দলের বিরুদ্ধে পানামা জয় লাভ করে এসেছে, এই দুটি দল এর আগে অপরাজিত ছিল এবং তারা দুর্দান্ত ফর্মে আছে, এখন পানামাকে চূড়ান্ত ছয়ে জায়গা করে নেবার জন্য অবশ্যই কানাডা, হন্ডুরাস এবং কিউবার সাথে খেলতে হবে। | 次は、最終予選をかけて、カナダ、ホンジュラス、キューバと対戦する。 このグループ内の上位2位以内が最終予選に進出できる。 |
7 | যে ছয়টি দল এই গ্রুপের চূড়ান্ত পর্বে খেলবে, তাদের কনকাকাফ অঞ্চলের সেরা ছয়টি দল হিসেবে বিবেচনা করা হয়। | そして、CONCACAF最終予選に残った6チームのうち、上位3チームが2014年ワールドカップの出場権を自動的に獲得、4位はプレーオフを戦う。 |
8 | মাত্র কয়েক বছর আগেও পানামা ছিল নিখাদ একটি বেসবল খেলা প্রিয় রাষ্ট্র, যার সাথে ছিল বক্সিং- প্রতিযোগিতার ইতিহাসে কিছু স্মরণীয় জয়, তবে ফুটবল এখন ক্রমে জনপ্রিয়তা লাভ করছে এবং ফুটবল বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া এখন জাতির এক আকাঙ্খায় পরিণত হয়েছে। | 数年前まで、パナマといえば完全に野球の国であり、その他には、かつてボクシング制覇が幾度かあっただけだ。 しかし、今ではサッカー熱が高まり、ワールドカップ出場は国民の関心の的となっている。 |
9 | | 写真は、Flickrユーザーのmrmonedaより (CC BY-NC-SA 2.0) |
10 | ছবি ফ্লিকার ব্যবহারকারী এমারমোনেডার (সিসি বাই এনসি-এসএ ২. | ソーシャルネットワーク上では数週間前からサッカーの話題が出ており、初戦のホンジュラス戦(6月8日)が近づくにつれ、コメントと期待は増していった。 |
11 | ০) সামাজিক প্রচার মাধ্যম এখন কয়েক সপ্তাহ ধরে ফুটবলের কথা বলছে। | Ricardo Martinelli大統領までもが、サッカーに関心を寄せる。 |
12 | হন্ডুরাসের সাথে প্রথম খেলা ( যা ৮ জুন তারিখে অনুষ্ঠিত হয়েছে) এগিয়ে আসার সাথে সাথে মন্তব্য এবং আশাবাদ ক্রমশ বাড়তে থাকে। | 自身のツイッター上 (@rmartinelli) [es] で、パナマ代表チームに幸運を祈るメッセージを書いたのだ。 |
13 | এমনকি রাষ্ট্রপতি রিকার্ডো মার্টিনেলি-এর মাঝেও ফুটবল উত্তেজনার ছোঁয়া লেগেছে। | ただ、対戦相手をホンジュラスではなくキューバと書き違えている。 |
14 | তিনি তার টুইটার একাউন্টে (@আরমার্টিনেলি) [স্প্যানিশ ভাষায়] পানামা ফুটবল দলের সৌভাগ্য কামনা করে একটি বার্তা লিখেছেন, তবে তিনি বিভ্রান্তিকর ভাবে হন্ডুরাসের বদলে কিউবাকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছেন: | Marea Roja(代表チームの愛称、訳注:スペイン語で「赤い潮風」の意)がここで試合をすれば敵なしだ。 |
15 | যখন মারেও রোজা [পানামার ফুটবল দলের নাম] খেলে তখন কোন বিরোধী দল থাকে না, আমরা সকলে পানামার নাগরিক এবং আমরা সকলে আমাদের জাতীয় দলের পেছনে আছি। | 我々は皆パナマ人で、揃って代表チームを応援するからだ。 |
16 | আমার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে যাচ্ছি এবং আমরা কিউবার বিপক্ষে জয়লাভ করব। | 予選突破を果たすし、キューバにも勝つだろう。 |
17 | ব্যবহারকারীরা একটি আলোচিত হ্যাশট্যাগ তৈরী করেছে, যার নাম #সিপানামাক্লাসিফিকামুন্ডিয়াল (যদি পানামা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে) [স্প্যানিশ ভাষায়], যেখানে পানামার ফুটবল সমর্থকদের বলা হচ্ছে, যদি পানামা ইতিহাস সৃষ্টি করে এবং ব্রাজিল বিশ্বকাপ ২০১৪-এ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তার কি করবে সেই বিষয়টি তুলে ধরার জন্য। | ユーザーたちは、#SiPanamaClasificaalMundial(”もしもパナマがワールドカップ出場を決めたら”)[es] という話題のハッシュタグを作った。 その中でパナマのファンたちは、もし代表チームが歴史的偉業を果たし、2014年ブラジル・ワールドカップ出場を決めたら何をしようか語った。 |
18 | পানামার ফুটবল দল হন্ডুরাসকে তাদের ঘরের মাটিতে ২-০ গোলে পরাজিত করে, বলাইবাহুল্য, যা ছিল এক ঐতিহাসিক জয়। | 2対0で勝利したアウェーのホンジュラス戦は、まさに歴史的だった。 この勝利はソーシャルネットワーク上で話題となり、国際的なトレンド・トピックが2つ立てられた。 |
19 | এই জয় সামাজিক প্রচার মাধ্যমে উপেক্ষা করা হয়নি, এবং এই ঘটনায় টুইটারে বিশ্বজুড়ে দুটি আলোচিত বিষয়ের সৃষ্টি করা হয়ঃ হন্ডুরাস ০-পানামা২ [স্প্যানিশ ভাষায়], যেখানে পানামার সমর্থকরা এই জয় উদযাপন করেছে আর হন্ডুরাসের সমর্থকরা তাদের বেদনা প্রকাশ করেছে। | ホンジュラス 0 対パナマ 2 [es] で、パナマファンは喜びの、ホンジュラスファンは落胆の気持ちを書いた。 |
20 | একই সাথে পানামার স্ট্রাইকার ব্লাস পেরেজ [স্প্যানিশ ভাষায়], যিনি পানামার হয়ে গোল দুটি করেছেন, তিনি টুইটারে বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছেন। | また、この試合で2得点を決めたパナマ代表ストライカー、 Blas Pérez [es]の国際的なトレンド・トピックも立った。 こうして、パナマにとってワールドカップ予選の新たな戦いが始まる。 |
21 | বিশ্বকাপের বাছাইপর্বে পানামার এই দীর্ঘযাত্রার কেবল শুরু হল। | 6月12日、パナマ代表は大きな期待を背負い、キューバ代表をホームに迎えようとしている。 |
22 | ১২ জুন তারিখে পানামা নিজের মাটিতে কিউবার বিপক্ষে খেলবে, যে খেলা নিয়ে এক তীব্র আশাবাদ তৈরী হয়েছে, আলেকজান্ডার ডা সিলভা যেমনটা বলেন (@ আডাসিলভা৫০৭) [ স্প্যানিশ ভাষায়]:: | 一般発売のチケットはすべて完売したと、Alexander Da Silva (@Adasilva507) [es]は伝えた。 |
23 | কর্তৃপক্ষ #পানামা বনাম কিউবার খেলায় স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির সকল টিকিট বিক্রি হয়ে যাবার কথা ঘোষণা করেছে, যেখানে পানামার একনিষ্ঠ সমর্থকরা সাধারণত আসন গ্রহণ করে থাকে। | 先ほど、パナマ 対キューバ戦のチケットに関して、普段ホームの熱狂的ファンが陣取る南側席は、すべて完売したのと発表があった。 |
24 | নিঃসন্দেহে পানামার নাগরিকদের মাঝে এক প্রবল আশাবাদ রয়েছে যে তাদের দল এই প্রথমবারের মত ফুটবলের কোন বড় আসরে খেলার যোগ্যতা অর্জন করবে এবং পানামার ফুটবল দলের এই যাত্রায় সামাজিক নেটওয়ার্ক এক সক্রিয় ভূমিকা পালন করবে। | 当然、パナマ代表には、初のワールドカップ出場への大きな期待が寄せられている。 今後、代表チームが進んでいく道の中で、ソーシャルネットワークは積極的な関わりを持つだろう。 |