# | ben | jpn |
---|
1 | ফিলিস্তিনঃ গাজা বাসীরা পেল কেএফসি’র স্বাদ | パレスチナ:ガザへのKFC、秘密トンネルを通って |
2 | সাত ঘন্টা অপেক্ষা করার পর কেনটাকি ফ্রাইড চিকেন পেয়েছেন বলে ফিলিস্তিনির গাজা থেকে আনাস হামরা অভিযোগ করেছেন। | ガザ在住のパレスチナ人アナス・ハムラは、ケンタッキーフライドチキンの配達を受け取るまでに、7時間もかかった という。 |
3 | সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমস তার গল্প নিয়ে প্রতিবেদন করেছে। | ハムラの言っていることは、 最近のNew York Times誌の記事内容 とも一致する。 |
4 | সেখানে বলা হয়েছে, গাজাবাসীরা মিশরের আল-আরিশ থেকে তাদের কেএফসি'র সরবরাহ পাচ্ছেন, যেগুলো গোপন টানেল মাধ্যমে চোরাচালানি হয়ে এসেছে। | KFCはガザ地方へ配達する際に、エジプトの都市エル=アリーシュから秘密のトンネルを通じて密輸するという。 注文した後で、ハムラはこんなジョークを飛ばした。 |
5 | খাবারের অর্ডার দেবার পর, তিনি [আরবী ভাষায়] রসিকতা করেছেন: | [ar] |
6 | @আন্সরেডঃ আমরা আমাদের কেনটাকি খাবার হারিয়েছে। | @AnsRed: ケンタッキーが姿を消してしまった。 |
7 | সরকার এটি বাজেয়াপ্ত করেছে, এটা [সরকার] কি কুতসা রটনা করতে পারে? | 政府が没収しているって。 政府のひんしゅくを買ったのかもね。 |
8 | তিনি আরও যোগ করেছেনঃ | 加えて、 |
9 | @আন্সরেডঃ আমি ফোনে বলেছি যে ১০০ কেনটাকি খাবার এখন হামাস সরকারের টানেল কমিটি ছাড় দিয়েছে এবং আমার খাবার আসছে। | @AnsRed: 電話で聞いたら、トンネルで活動するハマス政権の組織が、ケンタッキー100食分を返してくれたから、自分の分もこっちに向かっているところだって。 |
10 | আমি আমার খাবার নিয়ে চিন্তিত। | 心配だ。 |
11 | গাজার আনাস হামরা জানিয়েছেন যে তিনি ৭ ঘন্টা অপেক্ষা করে কেএফসির খাবার পেয়েছেন। | ガザ在住のアナス・ハムラは、KFCの配達を受け取るまでに、7時間も待たされたという |
12 | তিনি আরও বলেছেনঃ | その後のツイートでは。 |
13 | @আন্সরেডঃ আমি এখনও অপেক্ষায় আছি। | @AnsRed: まだ来ない。 |
14 | আসলে এটা আমার আগামীকালের সকালের নাস্তা! | 本当に明日の朝食になっちゃうよ! |
15 | দীর্ঘশ্বাস!! | あーあ!!! |
16 | অবশেষে যখন তিনি তার খাবার পেলেন, হামরা এর ছবি টাম্বলার এবং ইন্সটোগ্রাম দুটোতেই শেয়ার করেছেনঃ | ようやく注文が届いたときに、ハムラはその写真を tumblr とInstagramでシェアした。 |
17 | ইন্সটোগ্রামে তার পোস্ট বাস্তব ছিল কিনা তা অনেকেই প্রশ্ন তুলেছেন। | Instagramでは、投稿が事実なのかを尋ねる声が多く寄せられた。 |
18 | তিনি যে প্রকৃতপক্ষে একটি পরিবার আকারের কেএফসি খাবারের আদেশ দিয়েছিলেন সেটি হামরা নিশ্চিত করেছেন। | ハムラは、実際にKFCのファミリーサイズを注文したのだと断言する。 食べた感想は? |
19 | খাবারের বিষয়ে তাঁর মূল্যায়ন কি? | エジプトのKFCみたい。( |
20 | মিশরীয় কেএফসি'র মতোই তবে ঠান্ডা। | 笑) 冷めてるけど。 |
21 | গাজা থেকে মোহাম্মদ হাসনা টুইট করেছেন [আরবী ভাষায়]: | 同じくガザに住むMohammed Hassonaのツイートでは。 [ar] |
22 | @ইমপালেস্টানিয়ানঃ কেনটাকি খাওয়া আমাদের অধিকার #গাজা | @impalestinian: ガザに住んでいても、ケンタッキーを食べるのは自分たちの権利だ #Gaza |
23 | এবং মাইকেল হেটন বিদ্রূপ করেছেনঃ | マイケル・ヒートンも、こんなジョークをツイートした。 |
24 | @মাইকেলহেটন৫ঃ গাজাতে কেন্টাকি ফ্রাইড চিকেন? | @MichaelHeathon5: ガザのケンタッキー? |
25 | সেই লোকেরা যথেষ্ট কষ্ট ভোগ করে না? | ガザにいる人たちは、チキンを食べるときまで苦しめられたいの? |
26 | যাইহোক, সরবরাহ সেবা দেওয়া প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পাতায় আপাতত এই সেবা প্রদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেঃ | しかしその後、配達を行っていた企業は、フェイスブックで 配達サービスの中止を告知 した。 |
27 | প্রিয় গ্রাহক, | お客様各位 当社のページをご覧いただき、誠にありがとうございます。 |
28 | কেনটাকি সরবরাহ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে থাকায় বন্ধ রাখা হয়েছে। | やむを得ない事情により、ケンタッキーの配達サービスを終了いたします。 |
29 | এই বিষয়ে আগ্রহের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। | 少なくとも、ハムラはKFCにありつけたし、彼の経験談はツイッターとInstagramに残された。 |
30 | অন্তত:পক্ষে হামরা তার কেএফসি পেয়েছেন এবং টুইট ও ইন্সটোগ্রামে তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। | 校正:Yuko Aoyagi |