# | ben | jpn |
---|
1 | জাপানের জনপ্রিয় এক ভিডিও গেম শিশুদের ভুত দেখাচ্ছে | 「妖怪ウォッチ」に夢中な日本の子どもたち |
2 | ‘ইয়ো-কি ওয়াচ' অ্যাানিমের স্ক্রিনশট, ইউটিউব-এর লেভেল ৫ চ্যানেল থেকে নেওয়া। | ニンテンドー3DS専用のゲームソフト「妖怪ウォッチ」が、今から約1年前に日本で発売された。 |
3 | এক বছর আগে যখন এই গেমটি বাজারে ছাড়া হয় তখন থেকে নিন্টেনন্ডো থ্রিডি-এসের মূল ভূমিকা গ্রহণকারী এই ভিডিও গেম ইয়ো-কি ওয়াচ জাপান জুড়ে শিশুদের কল্পনা শক্তিকে আকর্ষণ করেছে। | その半年後にはアニメ版が始まり、小学生を中心に瞬く間にブームが広がった。 アニメの中で妖怪が起こす事柄は、子どもたちが日常的に経験するちょっと困ったことが多い。 |
4 | এমনকি এই গেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে কয়েকজন ভক্ত বাস্তব জগতে ঘটা কোন বাজে অথবা সাধারণ নয় এমন ঘটনার জন্য এর দুষ্ট চরিত্রকে দায়ী করেছে। | 10/17の放送では、家庭内のテレビのリモコンがすぐに無くなるが、それは「リモコンカクシ」という妖怪の仕業だった。 |
5 | মুক্তি পাওয়ার সাথে সাথে এই গেমটি একটি হিট অ্যানিমে সিরিজে পরিণত হয় এবং দৃশ্যত গেমটি এই দ্বীপ রাষ্ট্রের সংস্কৃতি রপ্তানির আরেকটি অন্যতম উপাদানে পরিণত হতে যাচ্ছে। | それに対し、主人公「ケータ」は、特別な時計で妖怪を見つけ、問題を解決していくストーリーで、ギャグアニメとなっている。 |
6 | এই গেমসের চরিত্রগুলোকে এখন সকল জায়গায় দেখা যাচ্ছে- অনলাইন মেমে, হ্যালোউইনের কুমড়া এবং ম্যাকডোনাল্ড-এ। | トラブルが起こった時のケータのセリフ「これは妖怪のせいだ」が入ったテーマソング「ようかい体操第一」や、「ゲラゲラポーのうた」も、子どもたちが楽しめるメロディーや振付で人気だ。 |
7 | জাপানী সংস্কৃতিতে “ইয়ো কি” মানে হচ্ছে প্রেতাত্মার জগতের এক অতিপ্রাকৃত অধিবাসি, যারা ভুত থেকে আকার পরিবর্তন করা খেঁকশিয়াল পর্যন্ত হতে পারে দি ইয়ো কি ওয়াচ অ্যানিমে হচ্ছে বিভিন্ন ধরনের প্রেতাত্মা সম্বন্ধে জানার সবচেয়ে সেরা মাধ্যম যা জাপানের বিভিন্ন ধরনের আত্মাকে শিকার করে থাকে, আর বিষয়টি কেইটা নামের এক কিশোরের চোখ দিয়ে দেখা। | 大ブームの「妖怪ウォッチ」だが、人気の理由は他にもあるようだ。 ゲームソフトの開発、販売を手掛けた会社レベルファイブは「クロスメディアプロジェクト」、いわゆる「メディアミックス」と言われる広告手法を、この「妖怪ウォッチ」に取り入れている。 |
8 | উইকিপিডিয়া অনুসারে: | これは、ひとつの娯楽作品を、様々な娯楽メディアを通して多数製作し、ファンサービスと商品販促を拡充する手法だ。 |
9 | এক “ইয়ো কি” কেইটাকে একটি যন্ত্র দেয় যার নাম ‘ইয়ো কি' দেখার যন্ত্র, এই যন্ত্র ব্যবহার করে কেইটা বিভিন্ন ধরনের ‘ইয়ো কি' চিহ্নিত করতে এবং দেখতে পারে, যারা একই সাথে মানুষ শিকার করতে এবং তাদের ক্ষতি করতে সক্ষম, কেইটা এবং হুইস্পার সেই সকল ইয়ো কি-এর সাথে বন্ধুত্ব করা শুরু করে, যাদেরকে সে আরো খারাপ ধরনের ‘ইয়ো কির' সাথে লড়াই-এ ডাক দেয়, আর এই সকল কিছু ঘটে তার নিজের শহরে বসবাসের সময়। | 「妖怪ウォッチ」も、ゲームソフトに始まり、アニメ、CD、漫画、映画、関連グッズなどへと間口を広げていった。 |
10 | এই সব ইয়ো কিরা শহরের বাসিন্দাদের শিকার করে এবং ভয়াবহ বিপদ সৃষ্টি করে। | その結果、子どもたちが目にする機会が増え、作品の魅力と相まって、一大ブームへとつながった。 |
11 | এই অ্যানিমেতে চিত্তাকর্ষক, আকর্ষণীয় গান রয়েছে যা তাদের নিজেদের পপ-সংস্কৃতির উপাদানে পরিণত হয়েছে: | 今年9月には、マクドナルドが販売するおもちゃ付き子ども向けメニュー「ハッピーセット」に「妖怪ウォッチ」カードが登場したところ、販売開始から5日間で、予想を大きく上回る予定の約3倍の販売数となった。 |
12 | ইয়ো কি ওয়াচ জাপানে কেন এত জনপ্রিয় তাঁর বেশ কয়েকটি কারণ রয়েছে লেভেল-৫, যিনি এই উদ্ভাবনী গেমের ডেভলপার, তিনি ইয়ো কি ওয়াচের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিশীল ট্রান্সমিডিয়া ফ্রাঞ্চাইজ তৈরীর জন্য কঠোর পরিশ্রম করেছেন। | マクドナルド混んでると思ったら妖怪ウォッチですかそうですか - TM (@tkg_sub) September 6, 2014 |
13 | ভিডিও গেম থেকে শুরু করে অ্যানিমে ও পপ সঙ্গীত ব্যবহার করে বিভিন্ন মিডিয়ার সাথে ইয়ো কি ওয়াচের সম্পৃক্ততার মাধ্যমে, লেভেল ৫ তার পণ্য বিপণনের জন্য বিভিন্ন চ্যানেলে তুলে ধরতে সমর্থ হয়ছে। | あまりにもブームとなったため、twitter上では、子どもへの影響を指摘する声も上がった。 なんでも妖怪のせいにする子どもが急増 |
14 | সেপ্টেম্বরে, ম্যাকডোনাল্ড হ্যাপি মিলের অংশ হিসেবে ইয়ো কি ওয়াচ-এর চরিত্র ট্রেডিং কার্ড হিসেবে প্রথম বিক্রি শুরু হয়, প্রথম পাঁচ দিনে লক্ষ্যমাত্রার ধারণাকে ছাড়িয়ে ৩০০ গুণ বেশি বিক্রি হয়। | - ぱちぇ@11月29日 垢4周年 (@8cye) September 30, 2014 |
15 | আমি আবাক হয়েছিলাম কেন ম্যাকডোনাল্ড এত জনাকীর্ণ এবং আমি উপলব্ধি করতে পারলাম ঐ সমস্ত ইয়ো কি ট্রেডিং কার্ডের কারণে এটা ঘটেছে। | 一方で、妖怪の存在は、問題を外在化し客観視させる心理的効果があるとする声もある。 |
16 | অনেক টুইটার ব্যবহারকারী ইয়ো কি ওয়াচের জনপ্রিয় সংস্কৃতিতে প্রভাব তৈরীর বিষয়টি খেয়াল করেছেন,: | 妖怪「コマさん」を例に上げている。 あと今後ソフトクリームが一巻き足りなくても、コマさんが食べたと思えば許せる |
17 | দৃশ্যত মনে হচ্ছে এমন সংখ্যক শিশুর পরিমাণ বাড়ছে যারা স্বাভাবিক এবং অস্বাভাবিক যে কোন ঘটনার জন্য ভূতকে দায়ী করছে। | - ペンギンですけど何か (@penguin_desuga) August 26, 2014 |
18 | এই মুহূর্তে এক মেমে যা বাস্তব জগতের ছোটখাট সমস্যা বা অস্বাভাবিক অভিজ্ঞতার জন্য এই গেমসের অন্যতম এক চরিত্র কোমো সানকে দোষারোপ করছে: | それに、大人が思うよりも、子どもたちは案外しっかりしているのかもしれない。 「妖怪ウォッチ」イベント会場でインタビューを受ける、小学生の男の子たち。 |
19 | আইসক্রিম ফুরিয়ে গেছে, কিন্তু আমি মনে করি সকলকে ক্ষমা করা যায়- কোমা সান তা খেয়ে ফেলেছে। | 「なんでも妖怪のせいにしてしまう 我々が一番の妖怪かもしれませんね。」 最近の子供は大人だなぁ。 |
20 | | お前らと違って - もみじちゃん11/8誕生日(@Hosa_1108)3:18 - 2014年9月29日 |
21 | অবশ্যই, এই গেমস যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন হ্যালোউইন-এসেছে। | ブームのさなか、ネコの妖怪「ジバニャン」は、ハロウィンでもひっぱりだこのようだ。 |
22 | এই অ্যানিমার অন্যতম এক চরিত্র জাবানইয়ান হ্যালোউইনের কুমড়োর জন্য এক জনপ্রিয় ডিজাইনে পরিণত হয়েছে। : | 【本日のかぼちゃカービング】妖怪ウォッチより 「ジバニャン」 pic.twitter.com/UlupkxY55D |
23 | আজ আমরা কুমড়ো দিয়ে জাবানিয়ান বানিয়েছি | - こだれでら (@kodaredera) September 1, 2014 |