# | ben | jpn |
---|
1 | কেরালার সৌর ক্ষেত্র এবং সরকার প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছে | インド:太陽光分野、政府の詐欺事件に巻き込まれる |
2 | ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি একটি সৌর শক্তি নীতির খসড়া করা হয়েছে। | インドのケーララ州では最近、太陽光エネルギー政策が起草された。 |
3 | তাই ধরে নেওয়া হয়েছে এটি জ্বালানী শক্তি উপবাসী রাজ্যটিতে কিছু সুখবর বয়ে নিয়ে আসবে। | その政策は個人用の太陽光設備に焦点をあてたものであり、エネルギーの不足する地域に朗報をもたらすと思われた。 |
4 | খসড়া নীতিটি ব্যক্তিমালিকানাধীন সৌর যন্ত্রাদি স্থাপনকে কেন্দ্র করে করা হয়েছে। | しかし長くはないうちに、芽を出しかけていたケーララ州の太陽光エネルギー市場は、台無しにされることになった。 |
5 | কিন্তু স্বল্প সময় পরেই, একটি সুদূরপ্রসারী প্রতারণা মামলায় সরকারী কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের বিতর্কে কেরালায় অঙ্কুরিত সৌর শক্তির বাজারটি আপনা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। | 政府官僚が関与する広範に及ぶ詐欺事件として論争になったのである。 2013年6月初旬、チェンガナおよびヴァタパラ村出身のSaritha S Nairと彼女のボーイフレンドであるBiju Radhakrishnanは逮捕された。 |
6 | সারিথা এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণ ভারতের বিভিন্ন স্থানে সৌর শক্তি ক্ষেত্র এবং বায়ু কল খামারে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ রুপি হাতিয়ে নেয়। | 報道によると、彼女とボーイフレンドはインドのあちこちで太陽光発電や風力発電に投資することを人々に約束し、それらの人々から数百万ルピーを稼いだという。 二人の語り口はこうであった。 |
7 | এ অভিযোগে ২০১৩ সালে জুনের শুরুতে ভাত্তাপাড়ার সারিথা এস নায়ের এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। | 太陽光と風力はエネルギーを生み出しエネルギー不足に苦しむタミルナードゥ州に売られる。 そしてただちに利益になる。 |
8 | এই জুটির বক্তব্য অনুযায়ী সৌর ও বায়ু খামারগুলোতে শক্তি উৎপন্ন হবে, যা দ্রুত মুনাফা আয়ের জন্য জ্বালানি শক্তি উপবাসী তামিল নাড়ুতে বিক্রয় করা হবে। | 報道によると、二人は被害者たちにある約束を取り交わすことでその企みに出資するように誘い出した。 その約束とは、彼らは事業の共同所有者になり、事業収益の還元を受けるというものであった。 |
9 | জুটিটি এই স্কীমটিতে অর্থ প্রদানে জোরপূর্বক লোকজনকে প্রলোভিত করতে তাঁদের প্রতিশ্রুতি দেয় যে ক্ষতিগ্রস্তরা ব্যবসাটির মালিকানার অংশীদার হবে এবং ফলস্বরূপ অভাবনীয় লাভ পাবে। | NairとRadhakrishnanはチーム光再生エネルギーソリューションズ(コーチン、Chittoor road)という会社を経営していた。 |
10 | কোচি শহরের চিত্তর রোডে নায়ের এবং রাধাকৃষ্ণ “টীম সোলার রিনিউয়েবল এনার্জি সল্যুশনস” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। | 彼らの逮捕の後、このスキャンダルは州政府に及んだ。 |
11 | তাঁদেরকে গ্রেপ্তারের পর, ভাত্তাপাড়া ও রাধাকৃষ্ণের সাথে, কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির কয়েকজন ব্যক্তিগত সহকারীরসম্পৃক্ততা প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার পর তাদেরকে চাকরিচ্যুত করার কারণে রাজ্য সরকার কলঙ্কিত হয়। | ケーララ州の主任大臣Oommen Chandyの何人もの個人秘書たちが、ヴァタパラ村やRadhakrishnanへの接近が報告されるに従って解雇された。 主任大臣も彼自身がRadhakrishnanに接触したことがあると認めた。 |
12 | মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি নিজে রাধাকৃষ্ণের সাথে যোগাযোগ করেছিলেন। | しかし、彼自身は彼に対する数々の反対抗議にもかかわらず辞職することを拒んだ。 |
13 | কিন্তু বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। | Ucilia Wangはその企みについて調査し、技術ブログのギガオームに載せている。 |
14 | প্রযুক্তি ব্লগ গিগা ওমে উসিলিয়া ওয়াং স্কীমটি নিয়ে গবেষণা করেছেনঃ | この騒動の中心には詐欺師と呼ばれる二人がいる。 |
15 | ব্রোউহাহার কেন্দ্রস্থলে অভিযুক্ত দুই জালিয়াত বিজু রাধাকৃষ্ণ ও সারিথা এস নায়ের সস্তায় সৌর প্যানেল স্থাপনের প্রতিশ্রুতির দিতে ডাক্তারদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। | 報道によると、Biju RadhakrishnanとSaritha S. Nairは医者らをターゲットとして、安くソーラーパネルを設置する約束をもちかけた。 |
16 | এরপর তাঁরা টাকা নেয়, তাঁদের ফোন বন্ধ রাখে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। | 彼らは金銭を手に入れるとすぐに電話の電源を切り、消息を絶とうとした。 |
17 | পুলিশ উভয়কে গ্রেপ্তার করেছে। | 警察は二人を拘束した。 |
18 | কেরালার কিছু সরকারি কর্মকর্তাকে এই দুইজনকে সাহায্য করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। | 何人かのケーララ州の州政府官僚は二人に協力したとして、それ以来告発が続いている。 |
19 | তামিল নাড়ুর আউরোভিলে সাধনা ফরেস্ট কমিউনিটিতে সৌর প্যানেল। | タミルナードゥ州サダナ樹林の共同体オーロヴィルの太陽光パネル。 |
20 | | Flickrより転載、Premasagar Rose撮影 CC BY-NC 2.0 |
21 | ফ্লিকারে তোলা ছবিটি নিয়েছেন প্রিমাসেগার রোজ। | ブロガーのNikhil Narayanan(@nikhilnarayanan)はあるニュース記事より引用して記した。 |
22 | সিসি বাই-এনসি ২. | その記事によると徒党は大きいという。 |
23 | ০ একটি সংবাদ প্রতিবেদন থেকে ব্লগার নিখিল নারায়ন (@নিখিলনারায়ন) শেয়ার করেছেন যে, চক্রটি বেশ বড়ঃ | @nikhilnarayanan:連続番組の女優であるShalu Menonは、太陽光詐欺事件に関与していた。 |
24 | @নিখিলনারায়নঃ সৌর প্রতারণা মামলার সাথে জড়িত টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী শালু মেনন, @উম্মেন_চান্ডির ছেলে ও তাঁর ভাইয়ের ছেলে, উভয়ের বন্ধু - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … | 彼女は@oomen_chandyの息子および甥の両者と友人である。http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … |
25 | সুপারফ্যাটম্যান (@জিওফিরাজ) লিখেছেনঃ | Superfatman(@geophyraj)は記している。 |
26 | @জিওফিরাজঃ কেরালা সরকার একজন রাজ্য সরকারের কর্মচারিকে বরখাস্ত করেছে, কারন তিনি সৌর প্যানেল নিয়ে সরকারের প্রতারণার একটি খবরের লিংক শেয়ার করেছেন। | @geophyraj: ケーララ州政府は一人の州政府従業者を停職にした。 なぜなら、彼は太陽光パネルに関する政府の詐欺についての情報を共有していたからだ。 |
27 | কেরালা কি তবে এখন চীনে ? | ケーララ州は中国にあるのだろうか? |
28 | সুপারফ্যাটম্যান এখানে উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে ব্যাপক প্রতারণার কারণে চীনের সরকার সৌর খামারে জন্য এর ভর্তুকি স্কীম বাতিল করতে শপথ করে। | Superfatmanは、重大な詐欺事件が起きたために2013年に中国政府が太陽光施設への補助金計画を取り消すと約束したことに触れている。 |
29 | যেহেতু সরবরাহ উৎসগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে নেমে যাচ্ছে, সেহেতু কেরালার জ্বালানি শক্তি পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। | ケーララ州では、供給源が急速に枯渇しており、それにつれ既存の製造は縮小し、エネルギー事情は非常に厳しくなっている。 |
30 | বিরোধীদলীয় নেতা ভিএস আকুথানন্দন এ কথা স্বীকার করেছেন এবং সৌর প্রতারনা মামলাটি হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, “বিষয়টি এমন যে একটি রাজ্য, যেখানে জ্বালানী সংকট এতো প্রকট হতে চলেছে, সেখানে সৌর শক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে''। | 野党代表のVS Achuthanandanはこれを認め、「(太陽光詐欺事件があったものの)太陽光エネルギーはエネルギー危機に苦しむ州において大きな可能性をもつという事実は変わらない。」 と述べた。 |
31 | এই প্রতারণা মামলা থেকে কী শিক্ষা নেওয়া উচিৎ তা সম্পর্কে উসিলিয়া ওয়াং প্রস্তাব করেছেনঃ | Ucilia Wangはこの詐欺事件から学ぶべき教訓を示唆している。 |
32 | পরিচ্ছন্ন জ্বালানী শক্তির ব্যবহার বাড়াতে, সৌর স্থাপনাতে ভর্তুকি প্রদান একটি গুরুত্বপূর্ণ পথ দেখিয়ে দিবে। | クリーンなエネルギー利用を促すためには、太陽光設備に助成金を支給することが重要な道筋であると示されている。 ヨーロッパやアメリカ合衆国そして日本における太陽光発電市場の成長が証拠を与えている。 |
33 | ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে সৌর বাজারের বিস্তার যার প্রমাণ দেয়। | しかし、それらの投資は、設置者を統制する規則や、詐欺から消費者を守る規則とともになされなければならない。 |
34 | কিন্তু এসকল বিনিয়োগের ক্ষেত্রে স্থাপনাকারিদের নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নীতিমালা থাকতে হবে। | 校正:Izumi Mihashi |