# | ben | jpn |
---|
1 | সুইডেনঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ‘বর্ণবাদী কেক’ বিতর্কে জড়িয়ে পড়েছেন | スウェーデン:人種差別ケーキとそれを食す文化大臣 |
2 | সংবাদ ওয়েবসাইট গ্রীও. কম-এর রিপোর্ট অনুযায়ী, সুইডিশ সংস্কৃতি মন্ত্রী লেনা অ্যান্ডারসন লিলজেরথ গত ১৫ এপ্রিল ২০১২ তারিখ তারিখে ‘বিশ্ব শিল্প দিবস' উপলক্ষে স্টকহোমে মডার্ন আর্ট মিউজিয়াম পরিদর্শনে যান। | 2012年4月15日に、スウェーデンの Lena Adelsohn Liljeroth文化大臣が、ワールド・アート・デイを祝うためにストックホルム現代美術館で行われた内覧会に出席したとニュースウェブサイトの grioo.comが伝えている。 |
3 | এই পরিদর্শনের একটি ভিডিও ক্লিপ ইউটিউব এ পন্টাস রাউড-এর আপলোড করেন, যাতে দেখা যাচ্ছে যে একজন আফ্রিকান নারীর অবয়বের কেক সকলে উপভোগ করছেন: | この内覧会のハイライトは、アフリカ人女性の体をかたどっている『痛々しいケーキ』 の試食である。 |
4 | শিল্পকর্মটি হল ম্যাকডে লিন্ডেএর। | Pontus RaudがYouTubeにアップロードした下記の動画がその様子を映している。 |
5 | তিনি তাঁর ফেসবুক প্রোফাইল-এ এই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন এবং ব্যাখ্যা করেন: | 本展示作品は Makode Lindeのものである。 |
6 | এটি আজকে স্টকহোমের মোমাতে কেকের মধ্যে স্ত্রী জননাঙ্গ কাটার পরিবেশনার স্মারক। | この作者はイベントの画像を彼のFacebookに貼り付けており、そして次のように説明している。 ストックホルム現代美術館で今日行われた、女性の形をしたケーキを用いたパフォーマンスの画像だよ。 |
7 | এই ছবিটি সাংস্কৃতিক মন্ত্রী, লেনা অ্যান্ডারসন লিলজেরথ কর্তৃক আমার স্ত্রী জনন অঙ্গহানির পরের চিত্র। | これは、私の女性性器がLena Adelsohn Liljeroth文化大臣に切られちゃった後なんだ。 |
8 | তিনি আমাকে নীরবে বিদ্রূপ করে বলেছিলেন, “আপনার জীবন এর পরে আরও ভাল হবে”। | 私のことを切る前に、彼女はこう囁いたんだ。「 |
9 | আর্ট ইনস্টলেশন- মাকোদে লিন্ডার ফেসবুকের পাতা থেকে নেওয়া | 私に食べられた後は、人生がより良くなるわよ。」 |
10 | “দি লোকাল” নামক একটি অনলাইন সংবাদ পোর্টাল-এর সূত্র মতে, এই ভিডিওটি কিতিম্বা সুবানির সহ কিছু সুইডিশ নাগরিকের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। | 内覧会の様子 Makode LindeのFacebookより |
11 | | ニュースサイトのThe Localによれば、この動画はスウェーデンの人々を憤慨させる原因になり、その中にはこの文化大臣の辞任を申し立てた National Afro-Swedish Association(注釈:国立アフリカ・スウェーデン協会) のスポークスパーソンであるKitimbwa Sabuniも含まれている。 |
12 | কিতিম্বা সুবানি জাতীয় আফ্রো- সুইডিশ এসোসিয়েশনের মুখপাত্র তিনি মন্ত্রীর পদত্যাগে দাবি করেছেন। | このサイトのユーザーであるLyly Sourisは、Facebookでこう思っている。 |
13 | ফেসবুক ব্যবহারকারী লিলি সউরিস বিস্মিত: | 悪いんだけど、この作者の名前を教えてもらえるかな? |
14 | বোঝার জন্য আমার এই অনুসন্ধানে কি আমার অপমান অকার্যকর নয়! | 何で彼がこの作品を作ったのかを理解したいんだ。 |
15 | আমি এই ধারনার নামে এই বিষয়টি এটা লুকাতে চাইনা যে, শিল্পের নামে আমাদের যা খুশি তা করার অধিকার আছে। | わかったからって私の怒りが収まるわけじゃないんだけどね。 芸術だと言えばどんなことをやってもいいんだという考えで、この問題を埋もれさせたくない。 |
16 | আমি মনে করি এটি একটি অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে কিন্তু এই শিল্পী, এই শিল্প মন্ত্রণালয় এই সকলের সচেতনতা বৃদ্ধি করেছে। | これは不毛な論争じゃなくてむしろ、この作者や文化大臣や他のあらゆる人たちの意識を浮き彫りにしたんだ。 |
17 | সময় চলে গেছে যখন আমরা সকলের নয়নগোচর এবং সমাজে স্বীকৃত হওয়ায় জন্যে কিছুই করিনি। | 何も言わなかったら、何も気づいてもらえないまま、そのまま社会に受け入れられて、時間は過ぎてゆくんだ。 |
18 | এখন আমরা নামমাত্র আন্দোলনে নেমেছিঃ আমাদের নিজেদের প্রতি সম্মান থাকা উচিৎ। | 今、私たちは行動を起こした方がいいと思うんだ。 |
19 | ইউটিউবে দিডিডিইরালফ মন্তব্য করেছেঃ | 自分たちのことを大切にしようよ! |
20 | শ্বেতাঙ্গ মানুষ স্টকহোমে একটা নিগ্রোর চেহারার কেক খাচ্ছে, এটা শ্বেতাঙ্গদের কতখানি ঘৃণা নিগ্রোদের প্রতি ও তাদের নিচু মানসিকতার বিরুদ্ধে ঠেলে দিবে? | theddyralfがYouTubeでこのようにコメントしている。 ストックホルムで黒人女性を食べている白人たちか。 |
21 | সবসময় এ পরিহাস করা হয়েছে নিগ্রোদের সেবার নামে এই নোংরা খেলার মাধ্যমে…। | 白い肌をした奴らはどれだけ黒人に嫌悪感を押し付ければ気がすむのだろう? |
22 | লিন্ডে তাঁরফেসবুক প্রোফাইল এ একটি উন্মুক্ত বার্তা পান যা শিল্পী ডেমিয়েন মুরকে উৎসাহিত করেঃ | そして彼らを商売に利用するのだろう? |
23 | আমি আপনার শেষ কাজটি ভালবাসি। | 皮肉なことに、黒人はいつもこういう役目を負わされ、きつい仕事の処理をさせられるんだよね。 |
24 | এটি মানুষকে বুঝিয়ে দেয় যে আক্ষরিক অর্থে ক্রীতদাসদের সাথে কি ঘটেছে…।। | Lindeはまた、彼のことを称賛しているDamone MooreからFacebookを通してメッセージを受け取った。 |
25 | ২০০৯ এ আরবান লাইফ. | この前の君の作品は大好きだよ。 |
26 | সে নামক আফ্রো-ক্যারিবিয়ান সংস্কৃতির উপর একটি ওয়েবসাইেট লিন্ডের একটি উত্তেজক কাজের কথা মনে করিয়ে দেয়। | あの作品は奴隷に起こったことを、とても生々しく思い出させるんだ。 |
27 | অন্যদের দৃষ্টি ভঙ্গীতে ভাল মানুষ ও ভাল জীবন সংক্রান্ত পশ্চিমী ধারণা কেমন সে সম্পর্কে মাকাদে চাতুর্যময় সারল্যে ও কৌতুকপূর্ণ মনভাবের সমন্বয়ে তাঁর শিল্প কর্মকে উপস্থাপন করেছেন। | 2009年にUrbanLife.se(注釈:アフリカ系やカリブ系の文化に関するウェブサイト)で掲載された記事では、人々を挑発するような側面を持つLindeの作品が話題を呼んだ。 |
28 | সমগ্র সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র রূপান্তরিত শিল্পকর্ম সৃষ্টি করা হয়েছে; যা পশ্চিমা ইতিহাসের সম্পূর্ণ এক রোম্যান্টিক উপস্থাপনা। | Makode Lindeの作品は気まぐれでユーモアがありながら、西洋人の思い浮かべる偉人を、他の西洋人ではない他者の見方と交差させて表している。 |
29 | এ ইতিহাসে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাস, দাসত্ব ও বর্ণপ্রথার মাধ্যমে। | また彼の作品は、暴力、奴隷制や人種差別によって特徴づけられる西洋史の一部が完全に美化されていることを示唆している。 |
30 | মাক্সিট ওলসন একজন গুয়াডালুপিয়ান সুইডিশ শিল্পী, বলেন কিছু যুক্তি শিল্পির কাজ দমিত করেনাঃ | このような作品の正当化は、スウェーデン在住のグアドループ人Maxette OlsonのMakode Lindeに対する疑いを晴らすものではない。 |
31 | ম্যাকডে লিন্ডে একজন কালো যুবক। | Makodeは若い黒人男性なんだ。 |
32 | তিনি হয়ত কাল মানুষ দের বিপক্ষে নন, কিন্তু তিনি একজন সুইডিশ কৃষ্ণাঙ্গ যিনি অন্যান্য কৃষ্ণাঙ্গদের মত বর্ণবাদ বিরোধী। | 彼はたぶん黒人に対して何も嫌悪感は抱いていないだろうけど、自分は人種差別を免れてると思っているスウェーデンの黒人なんだよ。 ここにいるたくさんの黒人のようにね。 |