# | ben | jpn |
---|
1 | মিশর: বিপ্লবের দিনকে টুইট বার্তায় জানানো | エジプト: ツイッターから見る革命の日 |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 本記事は、エジプト大規模デモ特集の一部です。 今日のデモ参加者。 |
3 | আজকের দিনের প্রতিবাদকারীরা ছবি @মোনশোস এর সৌজন্যে | 写真:@monasosh |
4 | ২৫শে জানুয়ারীর এই দেশব্যাপী ‘বিপ্লবের দিন' পুলিশ দিবসের সাথে একই দিনে পড়েছে আর বিভিন্ন ক্ষেত্রের আর বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্র হয়েছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য। | この全国規模の 「革命の日」 がちょうど祝日(警察の日)と重なったこともあり、様々な職業の、幅広い政治思想の持ち主が大勢集まり、ホスニ・ムバラク大統領の30年に渡る支配に対する抗議行動を起こした。 |
5 | মোহান্দেশিন থেকে টুইট করা @মোনাশোস জানিয়েছেন: | モハンデシンに住む@monasoshのツイート。 |
6 | আপনি যদি এখানে না থাকেন, আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। | ここにいない人たちは、多くのものを見逃している。 |
7 | মোবারকের নিপাত হোক। | ムバラクを引きずり下ろせ! |
8 | মোহান্দেসিন #জ্যান২৫ | モハンデシン #jan25 |
9 | | @monasoshは別のツイートで、チュニジア市民の蜂起を受け、ズィン・エル・アビディン・ベン・アリ大統領が亡命したことを受け、こう 繰り返した。 |
10 | আর একটা টুইটে তিনি বলেছেন: | #jan25 ムバラク! |
11 | মুবারক! | ムバラク! |
12 | মুবারক! | 飛行機が待っているぞ! |
13 | আপনার জন্য প্লেন অপেক্ষা করছে। | ラムシスに集まったデモ集団。 |
14 | বিশেষ করে জেন এল আবেদিন বেন আলির তিউনিশিয়াতে পালানোর প্রেক্ষিতে, মানুষের বিক্ষোভের পরে। | ビルの屋上からの写真。 |
15 | রামসিসে জমা হওয়া বিক্ষোভকারীদের উপর থেকে ছবি @বাসবুসা১ | 写真:@basboussa1 |
16 | ২০,০০০ বিক্ষোভকারী আরব লিগ সড়কে। | アラブ・リーグ通りに2万人のデモ集団。 |
17 | তরুন মানুষ, গ্রহবধূ আর শিশু। | 若者、主婦や子どもたちも。 |
18 | তারা সবাই দৌড়াচ্ছে। | みんな走っている。 |
19 | আমি তাদের সাথে তাল রাখতে পারিনি। | 息が切れて私はついていけなかった。 |
20 | আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। | Ahmad Khalilの別のツイートでは、その場の雰囲気がまとめられている。 |
21 | আর একটা টুইটে তিনি ভাবাবেগকে সংক্ষেপে জানিয়েছেন: | こんなに多くの人がデモに加わるのを見るのは初めてだ。 |
22 | এই প্রথম এইসব মানুষকে আমি বিক্ষোভে দেখছি। | みんなもデモをするのは初めてのようだ。 |
23 | মনে হচ্ছে এই প্রথম তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। | みんな熱狂と興奮にあふれている。 |
24 | তারা উৎসাহ আর উত্তেজনায় ভরপুর-যেন তারা আসল একটা বিপ্লব ঘটাতে চাচ্ছেন। | 本当に革命を起こしたいと思っているかのようだ。 |
25 | এর পর পরই পুলিশ কর্তৃক অত্যাচারের খবর আসা শুরু করেছে। | そしてすぐに、警察の鎮圧活動に関するツイートが続々と流れてきた。 |
26 | স্যান্ড মাঙ্কি জানিয়েছে: | Sandmonkeyの報告 。 |
27 | চিলান্ট্রোতে পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। | 警察はシラントロ・カフェにいた人を全員逮捕してしまった。 |
28 | তাদের আইডি আর ফোন নিয়ে নিয়েছে। | 身分証明書や電話を取り上げている。 |
29 | আমরা কোন মতে বেরিয়ে এসেছি।“ | 私たちはなんとか抜け出すことができた。 |
30 | #জ্যান২৫। | #jan25 |
31 | ওয়ায়েল আব্বাস যোগ করেছেন: | Wael Abbasが 付け加える。 |
32 | আল মাহালা আল কুব্রাতে একজন নারী সাংবাদিকের গ্রেপ্তারের সংবাদ পাওয়া গেছে | エルマハラ・エルコブラ市で女性ジャーナリストが逮捕された。 |
33 | আর একটি টুইট বলছে: | 他のツイートでは。 |
34 | সুব্রাতে বিক্ষোভকারীদের মারার খবর আসছে | シュブラでは抗議者たちがめった打ちにされている。 |
35 | ক্রাউডম্যাপ বিক্ষোভের সর্বশেষ সংবাদ দেখাচ্ছে | デモの状況を伝えるクラウドマップ |
36 | আর একটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট আসছে - ইন্টারনেট সাইট সেন্সর করার। | また、予測はされていたかもしれないが、インターネットサイトの検閲を伝える報告もあった。 |
37 | মোহাম্মদ এল গোহারী লিখেছেন: | Mohamed ELGoharyの 指摘。 |
38 | এখন http://dostor.org and Bambuser.com এই দুটি সাইট মিশরে ব্লক করা হয়েছে # নেটফ্রিডম #জ্যান২৫ | エジプトでは http://dostor.org と Bambuser.com へのアクセスができなくなった。 |
39 | আর আলা আবদ আল ফাতাহ টুইট করেছেন: | #NetFreedom #Jan25 |
40 | মিশরী আইএসপিরা মনে হচ্ছে বেআইনিভাবে আবার ওয়েবসাইট ব্লক করছে, পুলিশের সাথে মিলে যদিও কোন আইন ইন্টারনেট সেন্সর করা সমর্থন করেনা #জ্যান২৫ | Alaa Abd El Fattahの ツイート。 警察の協力のもと、エジプトのインターネットプロバイダはまた違法にウェブサイトへのアクセスをブロックしているようだ。 |
41 | ইতোমধ্যে, মোনা এলতাহাওহি লিখেছেন: | インターネットの検閲を許容する法律は一つもないというのに。 #jan25 |
42 | গত ৮ দিনে অন্তত ১২ #মিশরীয় নিজেদের গায়ে আগুন লাগিয়েছেন হতাশা থেকে: বেকারত্ব, দারিদ্র, দূর্নীতি। | Mona Eltahawyによる、別の視点からの 指摘。 8日前から少なくとも12人のエジプト人が、失業、貧困、腐敗による絶望感から焼身自殺を図っています。 |
43 | #জ্যান২৫ #মিশর বিক্ষোভ | #Jan25 #Egypt protest |
44 | আরো প্রতিক্রিয়ার জন্য, হ্যাশট্যাগ #জ্যান২৫ (#Jan25) টুইটার হ্যাশট্যাগ অনুসরণ করুন। | より多くの情報を得るには、ツイッターでハッシュタグ#Jan25 をフォローしてください。 |
45 | মিশর থেকে আরো কাভারেজের জন্য প্রস্তুত থাকুন। | エジプトからの報告に今後も注目してください。 |
46 | ছবির জন্যে কৃতজ্ঞতা: 1. | 写真提供: 1. |
47 | @monasosh 2. | @monasosh 2. |
48 | @basboussa1 | @basboussa1 |