# | ben | jpn |
---|
1 | গুয়েতেমালা: খনি পরিচালনার বিরুদ্ধে | グアテマラ:鉱山採掘事業への反対 |
2 | সম্প্রতি বিবিসি সংবাদ সংস্থা জানাচ্ছে, গুয়েতেমালায় বেশ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের গায়ের চামড়ায় ক্ষত দেখা দিয়েছে। | 最近のBBCの報道で、グアテマラのいくつかの先住民コミュニティーで見られる皮膚感染症について伝えられた。 |
3 | এই ঘটনার জন্য আদিবাসী সম্প্র্রদায় ও অনেক অ্যাকটিভিস্ট (সক্রিয় কর্মী) কানাডিয় কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান গোল্ডকপর্কে দায়ী করছে। | コミュニティーの多くの人々や活動家は、この健康被害について、露天掘り採掘を行っているカナダ企業のゴールドコープの責任を追及している。 |
4 | এই কোম্পানি গুয়েতেমালায় উন্মুক্ত পদ্ধতিতে মাটির ভেতর থেকে কয়লা তুলে আনছে। | これは、採鉱の弊害をめぐる議論において最新の発見だ。 |
5 | আর এজন্য স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। | ブロガーたちは、採掘業は地域社会と環境に被害を与え、危険であるというネット討論に加わっている。 |
6 | স্বাস্থ্যের এই নতুন সমস্যা আবিস্কার হওয়ার সাথে সাথে খনির খারাপ দিকগুলোতে আরেকটি নতুন বিষয় যোগ হলো। সান মিগুয়েল ইক্সটাহুয়াচান এর খনি নিয়ে তৈরী হওয়া দ্বন্দ ও অপরাধ নিয়ে লিখছে গুয়েতেমালা সলিডারিটি নেটওয়ার্ক ব্লগ: | Guatemala Solidarity Networkのブログには、サン・ミゲル・イシュタワカンにおける鉱山開発、および対立と犯罪化について書かれている。 |
7 | বিশেষজ্ঞরা উন্মক্ত পদ্ধতিতে কয়লা উত্তেলনকে সবেচেয়ে পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী পদ্ধতি হিসেবে বিবেচনা করে। | 専門家は多くの場合、露天掘りについては、環境破壊や社会的・文化的影響の観点から最も破壊的な産業活動であると見なしている。 |
8 | এই পদ্ধতির সামাজিক এবং সংস্কৃতিক প্রভাব অনেক বেশী- সান মিগুয়েল ইক্সটাহুয়াকান এবং সান মার্কোস এলাকার সিপাকাপার গভীর থেকে কয়লা তুলে আনার কুফলগুলো ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে। | サン・マルコス県のサン・ミゲル・イシュタワカンとシカパカでは、集中的な鉱物採掘により、すでに影響が出ている。 |
9 | এগেল, নুয়েভা এসপেরানাজা এবং সান জোসের ইক্সকানিচের স্থানীয় বাসিন্দরা একটি প্রিয় চমৎকার পাহাড়ের কথা মনে করতে পারে যা কিনা তার বৈচিত্রময় পরিবেশের জন্য বিখ্যাত ছিল। সেখানে গেলে যে কেউ দেখতে পেত নানা প্রজাতির পাখি আর প্রজাপতি। | アヘル、ヌエバ・エスペランサ、そしてサン・ホセ・イシュカニチェの住民たちは、多くの鳥や蝶の種類が見られ、その多様性で有名だった美しい山を懐かしく思い出す。 |
10 | আজ সেখানে তারা দেখতে পায় অনেক বিষাক্ত ধুলোবালি মেশানো গর্ত যা খনি থেকে কয়লা তোলার ফলে তৈরী হয়েছে। | 今、その山に残されたのは、汚染された粗石が積もる巨大なクレーターだけだ。 |
11 | খনি নিয়ে বির্তক শুরু হয় ২০০৭ সালে যখন আ শাপাঁ অঁ জাপোন (স্প্যানিশ ভাষায়) ব্লগের আলেয়ান্দ্রো খনি বিষয়ক নীতি নিয়ে প্রশ্ন তুলেন এবং খনি চুক্তির খুঁটিনাটি দিক পরীক্ষা নীরিক্ষা করে তার অসম আইন গুলো যাচাই করেন। | この議論は、Un Chapín en Japón(日本に住んでいるグアテマラ人) のAlejandroがグアテマラの鉱業規制を疑問視し、鉱業に対する賛否、そして法律の不均等な条件を分析していた2007年にさかのぼることができる。 |
12 | ২) স্থানীয় জনগণ এই খনি থেকে খুব সামান্য বা সীমিত সুবিধা পাবে। এই সুবিধা তারা পাবে যখন সেখানে খনির কাজ চলবে। | 2. 採鉱活動がもたらす影響と比較すると、採鉱活動が行われている地域への利益は限られているか、またはほとんどない。 |
13 | কিন্তু খনি খননের ফলে যে প্রভাব সেই এলাকায় পড়বে তার তুলনায় এটি খুবই সামান্য। | 直接的・間接的な雇用を生み出すかもしれないが、一般的に人びとの生活の質が向上することはない。 |
14 | এই খনি সেখানে হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরী করছে কিন্তু সাধারণভাবে বলতে গেলে বলা যায় এই খনি সেখানকার লোকদের জীবনযাত্রার মান উন্নয়নে তেমন সাহায্য করেনি। | 問うべき重要な疑問がある:採鉱会社が操業を止めたとき、どうなるのか? |
15 | এখন এখানে একটি গুরুত্বপুর্ন প্রশ্ন করার আছে? | 採鉱企業はその活動への強い反対があることを知っている。 |
16 | যখন খনি কোম্পানী সেখান থেকে চলে যাবে তখন সেখানকার অবস্থা কি হবে? খনি কোম্পানীরা তাদের কাজের ফলে এলাকায় যে সমস্যা হয় তা নিয়ে তাদের বিরোধীদের তোলা সোচ্চার আওয়াজ সমন্ধে সচেতন। | これに対して企業側は、しばしば国の開発、雇用、発展、安定に貢献していると主張し反論する。 |
17 | এইসব বিরোধীতাকে থামানোর জন্য তারা অনেক সময় যুক্তি দেখায় যে তারা উন্নয়নে অংশ নিচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছে, দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রের স্থায়িত্ব তৈরী করছে। | |
18 | এই সব খনি কোম্পানীর কেউ কেউ জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে সারাসরি জনগণের কাছে তাদের বার্তা পৌঁছৈ দিতে চেষ্টা করে। | |
19 | এসব কোম্পানী তখন খনি কোম্পানীর গল্পগুলো সাধারণের কাছে তুলে ধরে। | これらの企業の中には、公報キャンペーンを通して企業側の見解を一般市民へ直接訴えていえる。 |
20 | মি মুন্ডোর জেমস রডরিগুয়েজ বর্ণনা করছে কি ভাবে গোল্ডকর্প কোম্পানী তাদের ইমেজ বা চরিত্র উন্নত করার চেষ্টা করছে। | Mi Mundoの James Rodríguezは、採鉱会社ゴールドコープがどのように自社のイメージ向上を図ろうとしているか説明している: |
21 | “২০০৮ সালের শেষে আর্ন্তজাতিক স্তরে ভাবমুর্তি উন্নয়নের লক্ষে গোল্ডকর্প (মনটানার এক্সপ্লোরাডোরা কানাডা থেকে পরিচালিত এই কোম্পানীর অংশিদার) কোম্পানী একটি বিশেষ কৌশলগত প্রচারণা চালাচ্ছে। | 2008年の暮ごろ、ゴールドコープ(Montana Exploradora社のカナダの親会社)は、自社の全国的なイメージアップのために、戦略的に主要高速道路沿線とグアテマラ・シティ中に看板を立てるという徹底的なキャンペーンを開始した。 |
22 | এই প্রচারণা অংশ হিসেবে তারা সারা গুয়েতেমালা সিটির সব জায়গায় এবং বড় বড় রাস্তার পাশে বিলবোর্ড তৈরী করে লাগিয়ে দিয়েছে। | ラ・アウロラ国際空港の中央出口から数メートルのところにある巨大な看板には、「開発=仕事=生活の向上。 |
23 | গোল্ডকর্পের এক বিশাল বিলবোর্ডে দেখা যাচ্ছে লেখা রয়েছে উন্নয়ন= কাজ= জীবনের উন্নয়ন, আমরা গোল্ডকর্পে উন্নয়নকে সর্বাগ্রে বিবেচনা করি। | ゴールドコープで一番大切なのは、開発です」と書かれている。 |
24 | এই বিলবোর্ড লা আরোরা আর্ন্তজাতিক বিমানবন্দরের প্রধান বর্হিগমন গেটের সামনে লাগানো রয়েছে”। ছবিগুলো তুলেছেন জেমস রডরিগুয়েজ এবং http://mimundo-jamesrodriguez.blogspot.com এর অনুমতিক্রমে ছাপানো হয়েছে। | 写真:James Rodríguez 許可のもとに使用 http://mimundo-jamesrodriguez.blogspot.com |
25 | কোম্পানীর প্রচারণা চালানো সত্বে এই বিষয়ে নাগরিকদের এক হওয়া এবং এক আন্দোলন গড়ে তোলাও দৃশ্য খুব জোরেশোরে দেখা যাচ্ছে। | 企業のキャンペーンをよそに、市民の運動も非常に目立つ。 |
26 | ব্লগ ফারো মুন্ডিয়াল ড লাস লূচাস ডেল আগুয়া (পানির জন্য লড়াই করা ওয়ার্ল্ড ফোরাম) এই রকম একটি প্রতিবাদের বর্ণনা করছে। এই প্রতিবাদ কন্টিনেন্টাল কাউন্সিল অফ এল্ডারলি ইনডিজিনাস অফ আমেরিকা বা আমেরিকার প্রবীণ আদিবাসী জনগণের প্রতিবাদ যার মধ্যে রয়েছে তাদের সম্প্রদায়ের মধ্যে খনি না করার জন্য সরকারকে আহবান জানানো। | ブログ Foro Mundial de las Luchas del Agua [ス](水のための戦い世界フォーラム)は、この様な抗議のひとつで、政府に自分たちのコミュニティでの採鉱活動を許可しないよう求め、彼らの水がシアン化物によって汚染されたと訴えた、高齢先住民アメリカ大陸協会(Continental Council of Elderly Indigenous of America)の抗議を説明している。 |
27 | তারা বলেন তাদের এলাকার পানি সায়ানাইড নামের বিষ দিয়ে দুষিত হয়ে যাচ্ছে। প্লুরিকালচারালিদাদা জুরিকা (স্প্যানিশ ভাষায়) উল্লেখ করেন যে প্রায় ২০ টি সম্প্রদায় স্বাস্থ্য এবং পরিবেশগত কারনে খনির খনন কাজ বাতিল করার অনুরোধ করে। | Pluriculturalidad Juríca [ス] は、健康および環境の問題を踏まえて、採鉱活動が却下されたというコミュニティ協議は約20件ほどあると言及している。 |
28 | খনির কারনে তৈরী হওয়া স্বাস্থ্য সমস্যা এই সম্পদ্রায়ের সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে। | コミュニティの人びとの間にも、健康問題が見られる。 |
29 | এমেটেরিও পেরেজের শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন গুয়েতামালা কনটামিনাডা (স্প্যানিশ ভাষায়) ব্লগ তাদের গোল্ডকর্প কিলস লেখার মধ্যে দিয়ে। | |
30 | ছবি তুলেছে রাইটসএ্যাকশন/গ্রাহাম রাসেল এবং তা http://guatemalacontaminada.blogspot.com এর অনুমতিক্রমে ছাপানো হয়েছে তারপর তার পায়ে শুকনো চুলকানি/ফুসকুড়ি দেখা দেয়। | ブログGuatemala Contaminada [ス] は、「ゴールドコープは殺す」というエントリーで、Emeterio Pérez の悲しい状況について書いている: |
31 | এক সময় ফুসকুড়ি তার সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। এমেটেরিও বলেন তার সম্প্রদায়ের আরেকজন ব্যাক্তি এই সব লক্ষণ প্রকাশ হবার পর মারা গেছেন। | 写真:RightsAction/Grahme Russell 許可のもとに使用 http://guatemalacontaminada.blogspot.com |
32 | খনি হবার ফলে এই এলাকার সম্প্রদায়কে অনেকগুলো সমস্যায় মুখোমুখি হতে হয়েছে এবং তার সাথে তাদের নেতারা অসৎ হয়ে গেছে। | そして、足に乾いてかゆい湿疹が出始め、体中に広がった。 |
33 | ব্লগ ব্রেকিং দি সাইলেন্স (স্প্যানিশ ভাষায়) লিখছে: এই খনি মায়ান মাম এবং মায়ান সিপাকাপাসে এলাকায় অবস্থিত। | 写真の様に、彼の腹部は大きく腫れ上がり、一方で彼の体力は衰えた。 |
34 | এই এলাকার সম্প্রদায় খনি তৈরী ও তার ফলে সৃষ্ট সমস্যায় ভুগছেন। | インタビューの中で、Emeterioは、彼のコミュニティで別の男性が同じ症状で死んだと話した。 |
35 | স্থানীয় সংগঠন এডিআইএসএমআই (দি এ্যাসোসিয়েশন ফর ইন্ট্রিগ্রাল ডেভলাপমেন্ট ইন সান মগিুয়েল ইক্সাহুয়াকান) এবং এই সম্প্রদায়ে সরকারের প্রতিনিধির মাধ্যমে খনি সৃষ্টির ফলে এই এলাকা কতখানি পানি হারালো তা জানানোর চেষ্টা করছে (খনি তৈরী হবার পর এখানে প্রায় ৪০ টি কুয়া শুকিয়ে গেছে)। | |
36 | শিশু ও বয়স্কদের মধ্যে চামড়ায় রোগ দেখা দিচ্ছে, পশুর মৃত্যু ও গর্ভপাতের সংখ্যা বাড়ছে, ঘরের দেওয়ালে বড় বড় ফাটল তৈরী হচ্ছে যার ফলে এই রকম অবস্থায় ঘরে বাস করাও বিপদজনক হয়ে দাড়াচ্ছে। | |
37 | এখানে সামরিকি করণ বাড়ছে, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়ছে, সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ বাড়ছে, এবং তার সাথে খনি করার সময় স্থানীয় জমির মালিকদের যথেষ্ট পরিমান ক্ষতিপুরণ দেওয়া হয়নি। | |
38 | স্থানীয়রা তাদের এইসব জমি খনি কোম্পানীর কাছে বিক্রি করেছিল। তবে যারা বিক্রি করতে চায়নি তাদের উপর জোর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং এই জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে । | この地域にあるコミュニティは、鉱業が原因で多くの問題に直面しており、さらには、ブログBreaking the Silence [ス] が説明している様に、彼らのリーダーが処罰されている。 |
39 | এ সব কাজ তখন শুরু হয় যখন কোম্পানী এখানে জমি গ্রহণ করা শুরু করেছে। | この鉱山は、マヤのマム族とシパカペンセ族の領土内にある。 |
40 | খনি কোম্পানীর দাবী অনুযায়ী স্থানীয় অধিবাসীদের উন্নয়ন এবং দেশের উন্নয়ন সত্বেও ব্লগাররা প্রতিবাদ করছে। খনি নিয়ে একদল শক্ত বিরোধী অবস্থানে রয়েছে এবং খনির কারনে যে সমস্ত বিপদ দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে তারা স্থানীয়দের এক করছে। | ADISMIやコミュニティを代表する組織などの現地団体によると、地域内のコミュニティは、水源の枯渇(40か所以上の井戸が枯渇)、特に子供や老人の間での皮膚病、動物の死、そして流産の増加、危険な居住状況を引き起こす家屋にできた大きなひび、軍事化の進行、民間警備の存在、コミュニティ間の争い、地元住民が会社へ売った土地への不十分な補償、土地の買収にあたって会社からの圧力、脅迫、そして無理強いなど、鉱山をめぐる悪影響に苦しんでいるという。 |
41 | স্বাস্থ্য আর পরিবেশের উপর আসা বিপদই তাদের এক করছে। | 国と地域社会のための開発であるという主張と裏腹に、環境破壊による市民への目に見える健康への影響からくる強い反対と運動があることをブロガーたちが証明している。 |