# | ben | jpn |
---|
1 | গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের বিশ্ব আল্ট্রাম্যারাথন জয়: নেপালের মীরা রাইয়ের অনুপ্রেরণামূলক এক গল্প নেপালের ট্রেইল রানার মীরা রাই। | ネパールの少女ミラ・ライ、小さな村からウルトラマラソンのチャンピオンとなる |
2 | ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী আরপিবি১০০১-এর অ্যাকাউন্ট থেকে। সিসি বিওয়াই-এনসি-এনডি ২. | ミラ・ライ、ネパールのトレイルラン選手 撮影:Flickrユーザー rpb1001。 |
3 | ০ লাইসেন্সের আওতায় প্রকাশিত। পৃথিবীতে যতোগুলো কষ্টসাধ্য খেলা আছে, তার মধ্যে অন্যতম হলো ট্রেইল রানার (পাহাড়ী পথে দৌড়)। | CC BY-NC-ND 2.0 |
4 | সবাই এটা পারে না। তবে নেপালের মীরা রাইয়ের কাছে এটা খুব সহজ-স্বাভাবিক একটি খেলা। | トレイルランは、持久力を要する苛酷なスポーツであり、誰もが簡単に手を出せるものではない。 |
5 | সম্প্রতি তিনি ৮০ কিলোমিটারের মন্ট ব্ল্যাক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। | しかし、ネパールの少女ミラ・ライにとっては、たやすいことである。 |
6 | এটি ফ্রান্সের সবচে' কঠিন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। | 最近、彼女はモンブラン80キロメートル・レースを 12時間32分で完走し優勝した。 |
7 | পুরোটা রাস্তা দৌড়াতে তার সময় লেগেছে ১২ ঘণ্টা ৩২ মিনিট। | このレースはフランスでは、最高の技術を要する過酷なレースの一つとして知られている。 |
8 | নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই মীরাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন: | バーブラーム・バッタライ前首相は、ツイッターでミラに祝いの言葉を送った。 |
9 | আন্তর্জাতিক ম্যারাথনে বিজয়ী হওয়ায় মীরা রাইকে অভিনন্দন। | ミラ・ライさん国際マラソン大会で優勝おめでとう。 |
10 | সামরিক বাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত, সাবেক… | 軍の統合で不適格者と見なされ、前の… |
11 | বয়:সন্ধিকালে তিনি মাওবাদী গেরিলা দলে যোগ দিয়েছিলেন। | 彼女は、10歳代で毛沢東派反乱軍に加わったのだが、軍の統合過程で不適格者と見なされた。 |
12 | কিন্তু গেরিলাদের যখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি করা হয়, তখন তিনি অযোগ্য হিসেবে বাদ পড়ে যান। | 彼女は、一年と数か月前にトレイルランに出会ったばかりなのに、まれに見るトレイルランの才能の持ち主として頭角を現わした。 |
13 | ট্রেইল রানার হিসেবে মীরা রাইয়ের খেলোয়াড়ি জীবন খুব বেশি দিনের নয়। | 2014年3月にカトマンズで行われたヒマラヤ・アウトドア・フェスティバル50㎞レースで優勝したことから、彼女のトレイルラン遍歴は始まった。 |
14 | মাত্র বছর দেড়েক আগের। | たいした練習も積まずに優勝したのである。 |
15 | এর মধ্যেই তিনি খ্যাতিমান ট্রেইল রানার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। | 続けて、翌4月にはマスタング・トレイル・レースで優勝した。 |
16 | তার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছে ২০১৪ সালের মার্চ মাসে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হিমালয়ান আউটডোর ফেস্টিভ্যালের ৫০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে। | ネパール国外のレースでも、2014年9月にイタリアのセラロンダ・トレイル・レース(57㎞)で国外初の優勝を遂げ、つぎにトレイル・デグリ・エロイ(83㎞)でも優勝するといった大活躍をしている。 |
17 | কিন্তু তেমন একটা প্রস্তুতি ছাড়াই তিনি প্রতিযোগিতায় বিজয়ী হন। | 10月には、香港のウルトラ・マウンテン・マラソン50㎞で優勝した。 |
18 | আর এর পরের মাসেই মাস্টটাং ট্রেইল রেসে অংশ নিতে যান। | それ以降も、積極的にレースに臨んでいる。 |
19 | নেপালের বাইরেও বিজয়ধারা অব্যাহত রেখেছেন। | 香港で活躍する写真家で映画監督のロイド・ベルチャーは、次のようにツイートしている。 |
20 | তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত সেল্লারন্ডা ট্রেইল রেস (৫৭ কিলোমিটার) এবং ট্রেইল ডেগলি ইরয় (৮৩ কিলোমিটার) প্রতিযোগিতায় বিজয়ী হন। | ミラ・ライが、香港の50㎞レースで優勝し、待ち構えるカメラの列に顔を向けている。 |
21 | অক্টোবর মাসে হংকং-এ অনুষ্ঠিত ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন মাউন্টেইন রেসে বিজয়ী হন। | ミラは、東部ネパール、ボジュプール郡内の小さな村の出身である。 |
22 | এরপরে তাকে আর পিছনে তাকাতে হয়নি। | これまでの成功は、子供のころ体験した苦労のおかげだと考えている。 |
23 | হংকংয়ের চিত্রগ্রাহক এবং সিনেমা নির্মাতা লয়েড বেলচার টুইট করেছেন: | あるインタビューで彼女は、下記のように語っている。 |
24 | বিজয়ী হওয়ার পর নেপালের ট্রেইল রানার মীরা রাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। | 私は、子供のころ家事にはあまり興味がなかったの。 |
25 | তিনি হংকংয়ের ৫০ কিলোমিটার রেসে বিজয়ী হয়েছেন। | そんなわけで母は、私に川まで水を汲みに行かせるなどの肉体労働をやらせたの。 |
26 | নেপালের পূর্বাঞ্চলের শহর বোজপুরের ছোট্ট একটি গ্রামে মীরার বাড়ি। | 川まで2時間かけて降りていくの。 |
27 | সেখান থেকেই তিনি উঠে এসেছেন। | 帰りは3時間かかったわ。 |
28 | তবে সাফল্যের পিছনে তিনি ছোটবেলার কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। | コメ袋を担いで市場まで売りに行き、お金に代えて家に持ち帰ったりもしたわ。 |
29 | একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন: | 小さいころから走っていたわ。 |
30 | ছোটবেলায় আমি ঘরের টুকিটাকি কাজ করতে মোটেও আগ্রহী ছিলাম না। | 彼女は、厳しいトレーニングをこなしている。 |
31 | তাই আম্মা আমাকে নদী থেকে পানি আনার কাজ দিতো। | そうすることで健康と体力を維持している。 |
32 | নদীতে যেতে দুই ঘণ্টা আর আসতে তিন ঘণ্টা সময় লাগতো। | 早朝に起床し午前中に10~12㎞のランニングをこなす。 |
33 | তাছাড়া আমি প্রায়ই বস্তায় করে চাল নিয়ে বাজারে যেতাম। সেগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরতাম। | 夕方にも10~12㎞のランニングをする。 |
34 | এভাবে পাহাড়ি পথে দৌড়াদৌড়ি করতে করতেই আমার বেড়ে ওঠা। | これが、彼女の日課である。 |
35 | তিনি কঠোর অনুশীলণ করেন যা তাকে ফিট ও শক্তিশালী রাখে। | そのほか、ロッククライミングやサイクリングもしている。 |
36 | তার রোজকার রুটিন হলো, খুব সকালে ঘুম থেকে ওঠা, সকালে এবং বিকেলে ১০-১২ কিলোমিটার করে দৌড়ানো। | ミラは、今やトレイルランの世界でその名をよく知られるようになっており、ウルトラマラソンを目指す人たちの励みになっている。 |
37 | তাছাড়া তিনি পাহাড়ে ওঠা এবং সাইকেল চালিয়ে থাকেন। | 一方、彼女の故国ネパールの何百万の少年少女のことを忘れてはならない。 |
38 | মীরা রাই এখন ট্রেইল রানিংয়ের খুব পরিচিত নাম। | 彼らは背中に荷物を背負い、険しい山道を登り下りしている。 |
39 | তিনি আল্ট্রা ম্যারাথনিয়ারদের কাছে এক অনুপ্রেরণার নামও। | これは彼らにとっては、当たり前のことなのである。 |
40 | তবে আমাদের ভুলে গেলে চলবে না, লাখ লাখ নেপালি ছেলেমেয়ে পাহাড়ের বিপদজনক পথে প্রতিদিনই মালপত্র নিয়ে ওঠানামা করে। | 彼女は、ネパールの子供たちに貴重な言葉を残している。 |
41 | হয়তো এদের মধ্যেই আরো মীরা রাই লুকিয়ে আছে। | チャンスは川に浮かぶ葉のようなものである。 |
42 | তাদের প্রতি মীরা রাইয়ের মূল্যবান পরামর্শ হলো: | つかみ損ねると、たちまち流れ去ってしまう。 |
43 | সুযোগ হলো নদীতে ভেসে যাওয়া পাতার মতো। আপনি যদি সেটিকে দ্রুত ধরে না ফেলেন, তাহলে সেটা চিরতরেই চলে যাবে। | 校正:Miyuki Wood |