# | ben | jpn |
---|
1 | ছবিঃ ভূমিকম্পে ফিলিপাইনের ঐতিহাসিক গির্জা ধ্বংস, কয়েকশ লোক নিহত | 写真:フィリピンの地震で数百人が犠牲、歴史ある教会が崩壊 |
2 | বহলের লবক চার্চটির সামনের এবং মাঝের অংশের বিধ্বস্ত চেহারা। | ボホール島内のロボック教会。 |
3 | ছবিঃ টোকিও ড্রাস্টিক | 正面および内部が崩壊している 写真提供:@tokyodrastic |
4 | গত ১৫ অক্টোবর, ২০১৩ তারিখ মঙ্গলবারে কেন্দ্রীয় ফিলিপাইনের বহল এবং কেবু দ্বীপে রিখটার স্কেলে ৭. | フィリピン中部で2013年10月15日(火)にマグニチュード7.2の地震が発生し、ボホール島及びセブ島で 150人以上が犠牲になった。 |
5 | ২ মাত্রার ভূমিকম্পে দেড়শও বেশী লোক নিহত হয়েছে। | この大地震は午前8時12分に発生した。 |
6 | এই শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তি ঘটে বহল দ্বীপ থেকে। | 震源地はボホール島だった。 |
7 | সেখানে সকাল ৮ টা ১২ মিনিটে ভূমিকম্পটির উপকেন্দ্রে ভূমিকম্পন রেকর্ড করা হয়। | 同島内の道路、家屋、ビルおよび歴史ある教会が崩壊した。 |
8 | ভূমিকম্পটি এই দ্বীপের রাস্তা-ঘাট, বাড়িঘর, দালানগুলো এবং ঐতিহাসিক গির্জাগুলো ধ্বংস করে দিয়েছে। | ボホール島に隣接するセブ島は、首都マニラに次ぐフィリピン第二位の都市圏を構成しているが、この島も地震の衝撃をまともに受け、ショッピングモール、公共市場、学校その他の建物に被害が生じた。 |
9 | জাতীয় রাজধানী ম্যানিলার বাইরে বহল দ্বীপের প্রতিবেশী দ্বীপ কেবুই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহুরে এলাকা। | フィリピン中部のその他の州でも揺れを感じたが、人および建造物に対して大きな損害はなかった。 |
10 | ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দ্বীপটির শপিং মল, সরকারি বাজার, বিদ্যালয় এবং অন্যান্য দালানগুলো সহ সমগ্র দ্বীপটিও ভূমিকম্পের আক্রমণের প্রচণ্ডতা বহন করছে। | 休日の朝早くに地震に見舞われ、多くの人が驚かされた。 |
11 | কেন্দ্রীয় ফিলিপাইন এলাকার অন্যান্য প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। | 本震の後、強弱を含め数百回におよぶ余震が続いた。 |
12 | কিন্তু সেখানকার অবকাঠামো বা লোকজনের তেমন কোন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। | ソーシャルメディアユーザーは、フェイスブック、ツイッター、ユーチューブ、およびインスタグラムといった様々な交流サイトを利用して地震の経験を記録した。 |
13 | ভূমিকম্পটি একটি ছুটির দিনের ভোর বেলায় আঘাত হানার কারনে অনেকেই হতভম্ব হয়ে পড়েন। | Fフランチェスカ・フア(@francisfua) お父さんたちがズボンをはきながらシャワー室から飛ぶ出してきたの。 |
14 | প্রধান ভূমিকম্পটি সংঘটিত হওয়ার পরপরই পরবর্তীতে বিভিন্ন মাত্রার কয়েকশ কম্পন অনুভূত হয়। | そして、妹はラップトッブを抱えてベッドへ飛び込んだわ。 |
15 | বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইন্সটাগ্রামে ব্যবহারকারীরা তাঁদের ভূমিকম্প কালীন অভিজ্ঞতা তুলে ধরেছেনঃ | おかしくて。 |
16 | বিষয়টি কতটা কৌতুকপূর্ণ যে, আমার বাবা গোসল করে দৌড়ে বের হয়ে দ্রুত প্যান্ট পরার চেষ্টা করছেন এবং আমার বোন তাঁর কোলে একটি ল্যাপটপ নিয়ে বিছানার ওপর গড়াগড়ি খাচ্ছে ??? | ロイド(@lloydthelostboy) わー、僕たちの乗った、イロイロ国際空港でフライト待ちをしていた飛行機が地震で激しく揺れた。 |
17 | বাহ, ইলোইলো আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমিকম্পটি আমাদের প্লেনটিকে জোড়ে জোড়ে ঝাঁকাচ্ছিল। | 機内に何か積み込んでいるのかと思った。 |
18 | আমি ভেবেছি, কর্তৃপক্ষ বোধ হয় কোন ভারি জিনিস প্লেনে ওঠাচ্ছে। একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নড়াচড়ার কারণে আমি গভীর ঘুম থেকে জেগে উঠি এবং বাইরে ছিটকে পরি। | Karollyn Mae Laya-on (@klyme_layaon) 熟睡中だったのに、激しい揺れで目が覚めたわ。 |
19 | ভাগ্য ভালো যে আমি আমার পরিবারের সাথে ছিলাম। | 慌てて外に飛び出したの。 |
20 | ভূমিকম্প পরবর্তী কম্পনের ব্যাপারে সতর্ক ছিলাম। | 家族と一緒でよかったわ。 |
21 | #ভূমিকম্প আজ #হেরিটেজ জাতীয় দূর্যোগকাল। | 余震に警戒中よ。 |
22 | সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই শক্তিশালী ভূমিকম্পের কারনে হওয়া বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি তুলেছেন এবং সেগুলো অনলাইনে পোস্ট করেছেনঃ | Ka Bino Guerrero (@Kabinoguerrero) 今日は国家震災記念日だ。 |
23 | সেন্ট নিন ডি চার্চ। ছবিটি আপলোড করেছেন @কাইজেনএম | また、ソーシャルメディアユーザーは今回の大地震でこうむった被害状況を写真に撮り、インターネットに投稿した。 |
24 | কেবু ডক্টরস বিশ্ববিদ্যালয়। ছবিটি আপলোড করেছেন @ব্লুগ্রেকিমপটস | サント・ニーニョ教会 @KaiizenMによるアップロード画像 |
25 | কেবুর আয়ালা বিপনি বিতান। ছবিঃ @রানডেল্টিইংশন | セブ医科大学 @BlueGrayKimpotsによるアップロード画像 |
26 | বহলে ভূমিকম্পের কারণে ভয়াবহভাবে বিধ্বস্ত কিছু অবকাঠামোর মাঝে চুনাপাথরে তৈরি কিছু ঐতিহাসিক গির্জাও রয়েছে। | アヤラショッピングセンター・セブ 画像提供:@randelltiongson |
27 | এগুলো ১৭০০ এবং ১৮০০ শতাব্দীতে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের সময় পোলো অথবা ফিলিপাইনের দাস শ্রমিকদের দিয়ে নির্মাণ করানো হয়েছিল। | 今回の地震で最も大きな被害を受けた建造物の中には、ボホールに点在する石灰岩造の歴史的教会がある。 |
28 | এই গির্জাগুলো দেশটির কিছু মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যে পরিনত হয়েছিল। | これらの教会は、1700年代および1800年代のスペイン植民地時代にポロ(フィリピン人奴隷)の労役により建てられたものであり、フィリピンのきわめて重要な文化財とされている。 |
29 | বহলের মারিবজকে সেন্ট ভিন্সেন্ট পারিস চার্চ, ভুমিকম্পে মাটির সাথে মিশে গেছে। | ボホール島内、マリボホクの聖ビンセント教区教会 地震により倒壊 画像提供:@rod_bolivar |
30 | ছবিঃ @রড_বলিভার “বহলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার্চ। | 「ボホールで最大の被害を受けた教会 目下、粉々の状態」 画像提供:@Huntress96 |
31 | চার্চটি এখন বিচূর্ণ হয়ে গেছে।” ছবিঃ @হান্ট্রেস৯৬ | 校正:yuko aoyagi |