# | ben | jpn |
---|
1 | বাংলাদেশ: আকাশ ঢেকে দিচ্ছে বিশালাকৃতির বিলবোর্ড | バングラデシュ:「看板公害」-醜く危険なダッカの看板 |
2 | বাংলাদেশের রাজধানী ঢাকার বর্তমান জনসংখ্যা ১ কোটি ৩০ লাখ। প্রতি বর্গকিলোমিটারে বাস করে ২৮ হাজার মানুষ। | バングラデシュの首都ダッカには1,300万近い人々が暮らしており、人口密度は1平方キロメートル当たり約28,000人である。 |
3 | বায়ুদূষণ, পানিদূষণ, যানজট এই মানুষদের নিত্যদিনের সঙ্গী। | ここに住む住人にとって、大気汚染や水質汚染、ひどい交通渋滞はもはや日常的な問題となっている。 |
4 | মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ২০১২ অনুযায়ী বিশ্বের ১৩২টি দূষণ আক্রান্ত নগরীর তালিকায় অবস্থান ৩১তম। ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে কম করেও ২৫০ মাইক্রোগ্রাম ধুলিকণা ভেসে বেড়াচ্ছে। | アメリカのエール大学およびコロンビア大学が発表した国別環境指標ランキング2012 (Environmental Performance Index 2012)によると、最も大気汚染のひどい都市のランキングにおいて、ダッカは世界132カ国中、31位にランクインしている[en]。 |
5 | যা স্বাভাবিক মাত্রার চেয়ে পাঁচগুণ বেশি। | ダッカ市内の大気中にはおおよそ1立方メートル当たり250マイクログラムの粉じんが含まれており、これは平均値の5倍である。 |
6 | এই ধুলিকণার সাথে ঢাকার আকাশ ছেয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বিলবোর্ডে। আর এই বিলবোর্ডের কারণে মানুষ যে একটু খোলা চোখে আকাশ দেখবে, সে উপায় নেই। | このような公害に加え、ダッカの上空を埋め尽くしている商業広告看板により、空を眺めることもままならない状況にある。 |
7 | যেদিকে তাকানো যাক না কেন, চোখ আটকে দেয় নামী-দামী প্রতিষ্ঠানে বাহারি বিশালাকৃতি বিলবোর্ড। | 街の至る所で、さまざまな企業の巨大看板を目にすることができるのである。 |
8 | যত্রতত্র এই ধরনের বিলবোর্ড বিশ্বের অন্যতম জনবহুল শহরের সৌন্দর্য হানি করছে। | 世界で最も人口の多い都市の1つで損なわれている美観。 |
9 | ছবি ফ্লিকার থেকে আসিফুল হক এর সৌজন্যে। | こういった屋外広告看板は街のあちこちで不意に出現するのである。 |
10 | সিসি বাই লাইসেন্সের আওতায় ব্যবহৃত। ঢাকা শহরে শুধু বড় আকারের বিলবোর্ডের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। | 写真提供:Ashiful Haque(Flickr掲載)(CC BY) |
11 | এর মধ্যে সিটি কর্পোরেশনের অনুমোদন আছে মাত্র ৩০০টি বিলবোর্ডের। | ダッカ市内における巨大広告看板の数は増え続けており、その数は2,500を超えている。 |
12 | রাস্তার ধারে, বিল্ডিংয়ের গায়ে ও ছাদে, খোলা জায়গায় অসংখ্য বিশালাকৃতির সব বিলবোর্ড রয়েছে। | しかし、それらのうちで(ダッカ)市役所に許可を得ている看板はたったの300だけである[bn]。 |
13 | অথচ শহরের বিলবোর্ডের আকার ৬০০ বর্গফুটের বেশি না হওয়ার নিয়ম রয়েছে। | これらの広告看板は道路脇、ビルの正面や屋上、空き地に設置されている。 |
14 | এগুলো নগরের সৌন্দর্য যেমন নষ্ট করছে, তেমনি বন্ধ করে দিচ্ছে বাতাস প্রবাহের পথটুকুও। | 大きさは600平方フィート(約56平方メートル)を上回ってはならないという規制があるのだが守られてはいない。 |
15 | বড় বড় কোম্পানির বিজ্ঞাপন-বিলাস কেবল নগর ও নাগরিকের মুখই ঢাকছে না, প্রাণও কেড়ে নিচ্ছে। | こういった規定を上回る大きさの巨大広告看板により街の美観は損なわれ、また、通風を妨げる原因にもなっているのである。 |
16 | কিছুদিন আগে ঝড়-বৃষ্টিতে ঢাকার গুলশানে বিজ্ঞাপনের বিলবোর্ড ভেঙে দুইজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো কয়েকজন পথচারী। | 巨大企業の欲望の表れである広告は、街の外観や住民たちを覆い尽くしているだけではない。 |
17 | বিলবোর্ড-উপদ্রব নতুন নয়, নতুন নয় এ ধরনের করুণ প্রাণহানি। | これはまた人を殺す武器でもある。 |
18 | এক হিসেবে জানা গেছে বিলবোর্ড ভেঙ্গে পড়ে ঢাকায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি হয়েছে। | つい先日、ダッカのガルシャン地区で、嵐によって吹き飛ばされた看板により2人が死亡し、数人の歩行者が負傷した。 |
19 | এরকম ভাবে ঢাকা শহরের সবদিকেই ছড়িয়ে রয়েছে বড় বড় বিলবোর্ডগুলো। ছবি সানাউল আহমেদ। | こういったタイプの事故はさほど珍しいことではなく、同じような事故でほかにも死者が出ている。 |
20 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। ঢাকার গুলশানে মৌসুমি বৃষ্টিপাতে বিলবোর্ড ভেঙ্গে পড়ার ঘটনাস্থলে ছিলেন সুজন। | ダッカでは看板に関する事故で15人が亡くなっているとの 統計データ[bn]がある。 |
21 | তিনি সামহোয়ারইনব্লগের একটি পোস্টে মন্তব্য করেন: | こういった巨大広告看板はダッカではおなじみの光景である。 |
22 | গুলশান-১ এ যে দিন বিলবোর্ড ভেঙ্গে পরে ….. আমি তার ৫০ গজের মধ্যে ছিলাম…….. | 写真提供:Sanaul Ahmed(転載許可済) |
23 | বড় বাঁচা বেঁচে গেছি সেইদিন…. | Sujonはガルシャンでの看板事故の目撃者 である。 |
24 | বিজ্ঞাপনী হত্যাকাণ্ড নিয়ে কৌশিক লিখেছেন: | 彼はブログでこうコメント[bn]している。 |
25 | ঢাকার রাস্তায় এখন সামরিক মহড়ার মত মরণঘাতী বিলবোর্ড তাক করা থাকে। | 僕から50mも離れてないところでガルシャン1の看板落下事故が起こったんだ・・・・巻き込まれなかったのは奇跡だよ・・・ |
26 | টহল পুলিশ বা আর্মির ট্যাংক, বন্দুকের ট্রিগারের পেছনে একজন সুস্থ মস্তিস্কের মানব ক্রিয়াশীল থাকে, ফলে হুট করে গুলি বের হবার সম্ভাবনা নাই। | Kowshik はこの悲劇的な事故についてこう書いている。 |
27 | কিন্তু প্রতিটি বড় বড় মোড়ে কয়েকশ টন ওজনের লোহালক্কর সমেত বিশাল ভারী বিলবোর্ডগুলো যেভাবে নড়বড়ে ভাবে দন্ডায়মান থাকে- সেগুলোর মানুষ মারতে কারো আদেশের অপেক্ষা করতে হয় না। | ダッカの通りは、軍事演習に付き物の銃みたいに危険な広告看板が立ち並んでいるのが目につく。 |
28 | সামান্য মৌসুমী বায়ুতেই আছড়ে পড়ে চলমান যানবাহন আর পথচারীর উপরে। | 警察の武装車両や戦車、銃の引き金は良識のあるまともな人が管理しているから、これで人が死ぬ可能性はそんなに高くはない。 |
29 | কৌশিক আশংকা প্রকাশ করেছেন, ঢাকা শহরের সমস্ত সড়ক থেকে বিলবোর্ড অপসারণ করা না হলে এমন বিজ্ঞাপনী হত্যাকাণ্ড শিগগিরই দেখতে হতে পারে। | でも、何トンもの鉄骨で支えられた巨大広告看板はありとあらゆる交差点に立っていて、人を殺すのに命令なんて必要としていない。 |
30 | ঢাকায় বিল্ডিং জুড়ে বিলবোর্ড একটি সাধারণ চিত্র। | ただ強風が引き金となって、歩行者や自動車の上に崩れ落ちるだけで事足りるのさ。 |
31 | ছবি ফ্লিকার থেকে জেইন রাওশন এর। সিসি-বাই-এনসি-এনডি। | Kowshikはもしこういった広告看板が撤去されなければ、さらに多くの死者が出るだろうと懸念している[bn]。 |
32 | বিলবোর্ড ভেঙ্গে পড়ে মানুষ মারা যাওয়ায় হাইকোর্ট নগরের অবৈধ সব বিলবোর্ড অপসারণের আদেশ দেয়। যদিও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান খুব বেশি কার্যকর করা সম্ভব হয় নি। | ダッカの日常風景-ビルに設置された看板 写真提供:Jane Rawson(Flickr掲載)(CC BY-NC-ND) |
33 | এদিকে নগরীর ভবনের ছাদে বিলবোর্ড স্থাপনের কোনো নীতিমালা না থাকায় ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) সম্প্রতি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। | 翻訳の校正はChise Hashimotoが担当しました。 |