# | ben | jpn |
---|
1 | অর্থনৈতিক দুর্দশায় অতিষ্ঠ ঘানার নাগরিকরা অকুপাই মুভমেন্ট শুরু করেছে | ガーナにまともな暮らしを―経済政策に抗議する国民たち |
2 | ঘানার নাগরিকরা রাষ্ট্রপতি ভবনের সামনে অকুপাই আন্দোলনে অংশ নিচ্ছে। | #OccupyFlagStaffHouse(「大統領府を占拠せよ」)デモに参加するガーナ国民。 |
3 | ছবি তুলেছেন ভিক্টোরিয়া ওকেই। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 撮影Victoria Okoye 写真は許可を得て使用 |
4 | সম্প্রতি অকুপাই ফ্ল্যাগ স্টাফ হাউজ প্রচারণার অংশ হিসেবে ঘানার একদল নাগরিক রাষ্ট্রপতি ভবনের কাছে মিছিল করেছেন। | ガーナ国民が大統領府の近くに集まり#OccypyFlagStaffHouse(「大統領府を占拠せよ」)と銘打った抗議行動を実施。 |
5 | দুর্নীতি ও অর্থনৈতিক দুর্দশা দূর করতে সরকারকে চাপ দিতেই তাদের এই আন্দোলন। | 国に蔓延する腐敗やひどい経済状況を批判して政府に対策をせまった。 |
6 | তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। | 平和的なデモ行進は、呼びかけからわずか4日間で組織され、2014年7月1日に始まった。 |
7 | পাঁচদিনের কম সময়ের মধ্যে তারা আন্দোলন কর্মসূচীর আয়োজন করেছেন। | この日は、ガーナが英国から独立後、共和制へ移行してから54周年を記念する祭日である。( |
8 | ব্রিটিশ শাসনমুক্তির ৫৪ বছর পূর্তির দিনে (১ জুলাই ২০১৪) এই কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। | 訳注:ガーナ独立は1957年3月で当初は英国連邦王国だった。 |
9 | তবে অকুপাই ঘানা নামের এই আন্দোলন শুরু হয়েছিল ফেসবুকে। জুন মাসের ২৮ তারিখে। | OccupyGhana(ガーナを占拠せよ)と題した呼びかけは、6月28日にフェイスブック上で行われ、7月1日には3000人のフォロワーが支持を表明した。 |
10 | জুলাইয়ের ১ তারিখে ৩ হাজার ফেসবুক ব্যবহারকারী আন্দোলনের সাথে সংহতি জানায়। | 現在、支持者は6000人を超えている。 |
11 | এখন সমর্থনকারীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। | このデモが起きる前から、国民は政府に不満を持っていた。 |
12 | সরকারের প্রতি জনগণের বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় গত মাসে- বৈদেশিক মুদ্রা নীতির কারণে ঘানার টাকার দাম পড়ে যাওয়ার পরে। | いったん厳しくした外貨に関する規制を先月緩和するという施策の混乱で、ガーナの通貨セディの価値が急落したことに加え、燃料不足が起きたことが原因だ。 |
13 | শুধু তাই নয়, জ্বালানি তেলের সরবরাহও কমে যাওয়ায় সপ্তাহখানেক ধরে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন পড়ে যায়। | 約1週間にわたってスタンドにガソリンを求める長い行列ができた。 |
14 | আন্দোলনে ঘৃতাহুতি দেয় বিশ্বকাপ ফুটবল চলাকালীন একটি ঘটনা। | 不満の声が噴出したきっかけは、ワールドカップ、対ポルトガル戦のときのどたばた劇だ。 |
15 | পর্তুগালের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার খেলোয়াড়রা তাদের পাওনা টাকা পরিশোধ না করলে বিশ্বকাপ ম্যাচ বর্জনের হুমকি দেন। তখন সরকার তাড়াহুড়া করে তাদের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার ব্রাজিলে পাঠিয়ে দেয়। | 伝えられるところによると、政府はワールドカップ前、ガーナ・ブラック・スターズ(ガーナ代表チーム)に出場料300万ドルが届いたのが試合直前で、しかも現金だったという。 |
16 | এ ঘটনার পরে জনগণের উপলদ্ধি, সরকার তাদের প্রতি দায়বদ্ধ নয়। | 試合は敗北。 |
17 | রেডিও, টিভি এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কুক্ষিগত করে রাখতে চায়। | 選手たちは、もし試合前に金を受け取れなければストライキを起こすと脅した。 |
18 | আন্দোলনের দিনগুলোতে অকুপাই ঘানা গ্রুপ ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে সরকার এবং দেশের অবস্থা নিয়ে তাদের অসন্তুষ্টিগুলো তুলে ধরে, সেগুলোর ব্যাখ্যা হাজির করে। | この出来事のあと人々は、政府は庶民のことなど気にかけていないと感じるようになり、その感情はラジオやテレビ、ソーシャルメディア上で怒りを露わにするほどエスカレートしている。 |
19 | জুন মাসের ২৯ তারিখে গ্রুপের ফেসবুক পেজে লেখা হয়: | 抗議行動を翌日に控えた30日には、「ガーナを占拠せよ」というグループが、政府に対する不満と自らの主張をフェイスブックに投稿した。 |
20 | This evening I saw police pickups even loading and stockpiling fuel. | 6月29日の書き込みはこのようなものだ。 |
21 | I saw the faces of taxi drivers who are doing work and pay and need to pay off loans struggling for fuel. | 今夜、私は見た。 |
22 | I saw anxious workers who leave for work at 5am and return at 8pm but get paid pittance for their Labour anxiously waiting in queues with gallons. | 警官が、薄めたり貯めておいたガソリンでさえ使っているところを。 |
23 | Then I saw the elderly couple with kids abroad who need fuel for daddy to go for the checkup, wondering where it all went wrong, | 私は見た。 |
24 | The bread sellers, beans sellers, kofi broke man sellers who couldn't get taxis to carry their wares, those who need every present they make to survive, | 仕事をし、ガソリン代を捻出しながらローンを返済しなければならないタクシードライバーの顔を。 |
25 | Then I saw people like you and I, the Facebookers, the tooknown young middle classers, who greet our poor neighbors every morning with a wave and a condescending how are you? | 私は見た。 |
26 | Now anxious about how you can buy fuel, or pay for that mortgage, or service that car loan… | 不安げな顔でガソリンを買うための列に並ぶ労働者たちを。 |
27 | আজকে সন্ধ্যায় আমি পুলিশ পিকআপ ভ্যানকে জ্বালানি নিতে দেখেছি। | 彼らは朝5時に仕事に出発し、家に帰るのは夜8時だが、その報酬はわずかでしかない。 |
28 | আমি দেখেছি সেইসব ট্যাক্সি ড্রাইভারদের মুখ, যারা কাজ করছে, দেনা পরিশোধ করছে। | それから、こんな老夫婦も見た。 |
29 | জ্বালানি তেলের জন্য সংগ্রাম করছে। | どうしてこんなことになったのかと考えている。 |
30 | আমি দেখেছি সেইসব কর্মজীবী মানুষের উদ্বিগ্ন মুখ, যারা সকাল ৫টায় বাসা থেকে বের হয়। | 家の外では子どもたちが、健康診断に行かなければならないパパのためにガソリンを必要としている。 |
31 | আর ফেরে রাত ৮টায়। কিন্তু তাদের মজুরি খুব সামান্যই। | パン売りも豆売りも、安価な果実チップスを売る人も、商品を運ぶためのタクシーを使う余裕がない。 |
32 | তাই উদ্বিগ্ন মুখে গ্যালন নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। | 彼らは、自分たちが作る物はなんでも、生き残るために必要なのだ。 |
33 | আমি দেখেছি বাচ্চাদের সাথে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সেইসব বয়স্ক দম্পতিদের, যাদের বাবার চেকআপের জন্য জ্বালানি দরকার। | それからあなたや私のような人々、フェイスブックをやっている人々も見た。 |
34 | আশ্চর্য হয়ে দেখেছি, সেখানে সবকিছু কীভাবে ভুল পথে চালিত হয়। | 何でも知っているつもりになっている中産階級の若者たちが、貧しい私たちの仲間に手を振りながら、見下したように「元気かい?」 |
35 | রুটি, সবজি আর কফি বিক্রেতা ট্যাক্সিতে করে তাদের পণ্যসামগ্রী গুদামে নিয়ে যেতে পারেন না। | と毎朝声をかける様子も見てきた。 |
36 | প্রতি মুহূর্ত তাদের সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। | だけど今やみんなが、どうやって燃料を買おうか、住宅ローンや車のローンはどう払ったものかという不安を抱えている・・・ |
37 | আমি দেখেছি আপনার আমার মতো মানুষদের, ফেসবুক ব্যবহারকারীদের, তরুণ মধ্যবিত্তদের, যারা প্রতিদিন সকালে আমাদের দরিদ্র প্রতিবেশিদের সম্ভাষণ জানায়, জানিয়ে দেয় অবনমন করে আপনি কেমন আছেন? | 米国を拠点に活躍するガーナ人ラッパーの @BlitzAmbassador(ブリッツ ジ アンバサダー)がツイ-トを投稿。 |
38 | আমি উদ্বিগ্ন আপনি জ্বালানি কিনতে পারবেন কি না, ঋণ শোধ করতে পারবেন কি না অথবা গাড়ির ঋণের টাকা পরিশোধ করতে পারবেন কি না। | 彼には1万9000人のフォロワーがいる。 もしガーナにテレポートできたら…#OccupyFlagStaffHouse みんな政権の失敗に疲れ切ってるよな。 |
39 | মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসাী ঘানার র্যাপ সংগীতশিল্পী ব্লিটজঅ্যাম্বাসেডরের টুইটার অনুসারীর সংখ্যা ১৯ হাজারের উপরে। | CNNアフリカン・ラジオ・ジャーナリスト賞受賞者の。 |
40 | তিনি টুইট করেছেন: | @Annyosabuteyは抗議者の写真をシェアした |
41 | আমি যদি এখন টেলিপোর্ট করে ঘানায় যেতে পারতাম! | 大統領府占拠デモの様子。 |
42 | জনতা নেতৃত্ব দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। | うまく雰囲気を伝えている。 |
43 | সিএনএন আফ্রিকার পুরস্কার বিজয়ী রেডিও সাংবাদিক অ্যানি ওসাবুতে আন্দোলনকারীদের ছবি শেয়ার করেছেন: | デモの後、ジョン・ドラマニ・マハマ大統領はツイッタ-で、不満に耳をふさぐようなことはしないと述べ、民衆を安心させようとした。 |
44 | A nicely prepared clips from the #OccupyFlagStaffHouse pic.twitter.com/7Uf9RwHxC2 | リーダーにとって最も大切なことのひとつは、耳を傾ける能力だということを私は忘れたことがない。 |
45 | - Prampram fisherman (@AnnyOsabutey) July 2, 2014 | 事態は改善することを保証したい。 |
46 | আন্দোলনের প্রেক্ষিতে ঘানার রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা টুইটারে সক্রিয় হয়েছেন। | 誇りを持って後世に伝えられる国を作るのだ。 |
47 | তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন, তাদের দাবিদাওয়া কোনো বধিরের কানে যাচ্ছে না। | これが祖国だ。 |
48 | তিনি সব শুনছেন: | 私たちみんなの家だ。 |
49 | আমি ভুলে যাইনি যে একজন নেতৃত্বের অন্যতম গুণ হলো, অন্যরা কি বলছেন, তা শোনার ক্ষমতা থাকা। | ここですべてのガーナ人が尊厳と誇りを持って暮らし、働き、家庭を築く権利がある。 |
50 | আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, আমরা পরিবর্তন আনবোই। | いい意見だ。 |
51 | আমরা এমন একটি দেশ গড়বো, যা নিয়ে আমাদের সন্তানরা গর্ব করবে। এটা আমাদের দেশ, আমাদের বাড়ি, ঘানার সব নাগরিকই ভালোভাবে জীবন চালানো, কাজ করা এবং সম্মান ও গর্বের সাথে ছেলেমেয়েদের বড়ো করার অধিকার রয়েছে। | しかし、真の事態の改善とは-ツイッタ-上ではなく-大統領が実際に市民の声を聞くことだ。 |
52 | এটা চমত্কার অনুভুতি, কিন্তু বাস্তবের পরিবর্তন নয়… টুইট দিয়ে নয়… তাকে প্রমাণ দিতে হবে, তিনি আসলেই শুনছেন। | 校正:Sayuri Ishiwata |