# | ben | jpn |
---|
1 | তাইওয়ানে দুইটি বাচ্চা উদবিড়াল উদ্ধার | 台湾:赤ちゃんカワウソを救え |
2 | ইয়রেশিয়ান উদবিড়াল। ছবি ফ্লিকার ব্যবহারকারী ডেভিড কুক এর। | ユーラシアカワウソ(FlickerユーザーDavid Cookによる画像 CC BY-NC 2.0) |
3 | সিসি বাই-এনসি ২. | 2匹の赤ちゃんカワウソが台湾の離島である金門島の住民の手により保護された。 |
4 | ০ তাইওয়ানের কিমেন দ্বীপে নির্মাণ কাজের ফলে উদবিড়ালের আবাস ধ্বংস হলে মা উদবিড়াল তাঁর দুই বাচ্চাকে ছেড়ে চলে যায়। | 建設工事で巣穴が壊され、母親に見捨てられたようである。 |
5 | পরে পরিত্যক্ত অবস্থায় দুই বাচ্চা উদবিড়াল স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। কিমেন ন্যাশনাল পার্কের দেওয়া তথ্যের ভিত্তিতে [মান্দারিন] দুইটি ইউরেশীয় বাচ্চা উদবিড়াল গত ১ এপ্রিল, ২০১৪ তারিখে আবিষ্কৃত হয়। | 金門国家公園の 情報 [zh]によると、この2匹の赤ちゃんカワウソは2014年4月1に発見され、大きい方は530グラム、もう片方は480グラム。 |
6 | বড় বাচ্চাটির ওজন প্রায় ৫৩০ গ্রাম (আধা কেজির সামান্য বেশি) এবং অন্যটির ৪৮০ গ্রাম। | 金門国家公園の専門家は生後約2週間とみている。 |
7 | পার্ক বিশেষজ্ঞরা অনুমান করছেন, বাচ্চা দুটি প্রায় দুই সপ্তাহ বয়সী হবে। | 2匹は台北へ移され、台北市立動物園で飼育されることとなった。 |
8 | বাচ্চাগুলকে তাইপেইতে নেওয়া হয়েছে এবং তাইপেই চিড়িয়াখানায় নেওয়ার জন্য এখন যত্ন নেওয়া হচ্ছে। তাইওয়ানের প্রধান দ্বীপটির ইউরেশীয় উদবিরালগুলো [মান্দারিন] নদী দূষণের কারণে ১৯৮৬ সালে বিলুপ্ত হয়ে যায়। | 台湾本土のユーラシアカワウソは河川の汚染により1986年に絶滅した [zh]が金門島では金門国家公園[en]内に100匹未満が生息している。 |
9 | তবে, কিমেন দ্বীপের কিমেন ন্যাশনাল পার্কে এখন ১০০ এরও কম প্রাণীর বাস রয়েছে। | 金門国家公園では住民に発見されたカワウソを1992年より27匹を受け入れてきた[zh]が、現在も生存しているのは3匹のみである。 |
10 | কিমেন ন্যাশনাল পার্ক ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ২৭ টি উদবিড়াল গ্রহণ করে। | Liwei Zhong氏はフェイスブックの動画でカワウソの状況についてリポートした。 |
11 | কিন্তু, এখন পর্যন্ত মাত্র তিন টি বেঁচে আছে। | この絶滅が危惧されているカワウソの命を助けようと、みんなが頑張っています。 |
12 | লিউই ঝং ফেসবুকে একটি ভিডিও এর মাধ্যমে উদবিড়াল দুটির অবস্থার কথা জানিয়েছেন: | 過去には苦い経験もあったかもしれません。 |
13 | এই মৃতপ্রায় উদবিড়াল দুটিকে বাঁচানোর জন্য সবাই কঠোর পরিশ্রম করছে। | それでも金門国家公園の努力を讃えようではありませんか。 |
14 | হয়তো পূর্বে আমাদের অনেকেরই বাজে অভিজ্ঞতা রয়েছে, তবে দয়া করে কিমেন ন্যাশনাল পার্ককে তাঁদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান। | 今回保護されたカワウソの世話をした金門国家公園の飼育員は、徹夜で対応にあたったそうです。( |
15 | আমি শুনেছি, বাচ্চা উদবিড়াল দুটিকে যত্ন নেওয়া পার্কের স্টাফরা রাতের বেলা একবারের জন্যও তাঁদের চোখ বন্ধ করতে পারেননি। | 移送先の)台北市立動物公園でカワウソの世話をするスタッフも、全力で頑張ってくれるでしょう。 |
16 | আমরা আশা করি, পরবর্তীতে তাইপেই চিড়িয়াখানার যেসব কর্মীরা সেগুলোর যত্ন নেওয়ার দায়িত্ব নিবেন, তারাও তাদের যথাসাধ্য চেষ্টা করবেন। | 保護された2匹の赤ちゃんカワウソのスクリーンショット。 |
17 | লিউ ঝং এর ফেসবুক ভিডিও থেকে উদ্ধারকৃত দুটি উদবিড়ালের স্ক্রিনশট। | Liwei Zhong氏のフェイスブックの動画より。 |
18 | এছাড়াও কিমেন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ কিমেনের উদবিড়ালগুলো কিভাবে রক্ষা করা যাবে তা ব্যাখা করেছে [মান্দারিন]: | 金門国家公園はカワウソをどのように保護すべきかを説明している [zh]。 |
19 | কিমেনে উদবিড়ালের জন্য পানির উপযুক্ত পরিবেশ হ্রাস পাচ্ছে এবং ছোট থেকে ছোট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ছে। | 金門島ではカワウソが暮らす水辺の環境の減少に伴い、その生息域は分断され縮小の一途をたどっています。 |
20 | স্থানীয় বাসিন্দা এবং প্রাসঙ্গিক বিভাগের কাছে যেকোনো নির্মাণ কাজ করার সময় পার্শ্ববর্তী এলাকায় পরিদর্শন করার জন্য কিমেন ন্যাশনাল পার্ক প্রশাসন প্রধান ইউং-ফা লিন আহ্বান জানিয়েছেন। | 金門国家公園Yung-Fa Lin管理事務所長は、近隣住民および関連部門に対し、工事を行う際には必ず周辺地域の調査を行うよう強くお願いしています。 |