# | ben | jpn |
---|
1 | ভারত: উইকিপিডিয়ার ভবিষ্যৎ | インド:ウィキペディアの未来 |
2 | বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া তার দশম বার্ষিকী এই বছর পালন করেছে, আর ভারতের প্রায় শখানেক শহর ও নগর নিবন্ধন করেছে উৎসবে যোগদানের জন্য, যে সংখ্যা কোন দেশের জন্য সর্বাধিক। | ウィキペディアはオンラインのフリーな百科事典であり、今年10周年 を迎えた。 インドでは、100に近い都市が10周年記念のパーティを主催するとの届けを出している。 |
3 | উইকিপিডিয়া ভারতে চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট, ২০টির বেশী ভারতীয় ভাষায় উইকিপিডিয়া আছে আর আরো যোগ হচ্ছে। | これはほかのどの国よりも大きい数字だ。 ウィキペディアはインドにおいて四番目に有名なWebサイトだ。 |
4 | উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভারতীয় অধ্যায় সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত হয়েছে, যাতে ভারতীয় ভাষার উইকিপিডিয়া সাইটের সমন্বয় করা যায়। | インドの言語のウィキペディアのサイトは20以上を超えており、開設予定のものも含めるとさらに数は多い。 最近になって、インドの言語のウィキペディアのサイト間の連携を促進するため、バンガロールにウィキメディア・インド協会が設立された。 |
5 | এই বছর এই ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রথম অফিস খুলবে, যা হবে কোন ভারতীয় শহরে। | 今年、ウィキメディア財団は初の米国外のオフィスをインド(都市の名前は未発表)に開設する。 |
6 | গ্লোবাল ভয়েসেস কথা বলেছে টিনু চেরিয়ানের সাথে, যিনি একজন ব্লগার, উইকিপিডিয়া ব্যবহারকারী আর ভারতে উইকিপিডিয়া সাইটের একজন প্রশাসক। | グローバル・ボイスは、ブロガーかつ活動的なウィキペディアンでありウィキペディア管理者の一人である Tinu Cherian と、インドにおけるウィキペディアについて話した。 |
7 | টিনু চেরিয়ান (ছবি অনুমতিক্রমে ব্যবহৃত) | Tinu Cherian (許可のもとで写真をコピー) |
8 | গ্লোবাল ভয়েসেস (জিভি): ভারতীয় উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি অল্প কিছু বলতে পারেন? | グローバル・ボイス(GV): インドのウィキペディアのコミュニティについて少し話していただけますか? |
9 | টিনু চেরিন (টিসি): ভারতের উইকিপিডিয়া দলগুলো ছোট কিন্তু দ্রুত বাড়ছে। | Tinu Cherian(TC):インドにおけるウィキペディアンのコミュニティは生まれたばかりですが、もっとも急速に成長しているユーザーグループの一つでもあります。 |
10 | উইকিপিডিয়া আর আরো কয়েকটি একই ধরনের প্রকল্পকে পাঠক জনপ্রিয়তায় ভারতের প্রথম পাঁচটা ওয়েবসাইটের মধ্যে এনে দেয় কিন্তু অন্যান্য দেশের তুলনায় উইকিপিডিয়ার সম্পাদক আর তথ্য সংযোগে অংশগ্রহণকারীদের সংখ্যা কম। | ウィキペディアとほかの姉妹プロジェクトはインドでもっとも読まれているWebサイトのリストを5位まで独占していますが、ウィキペディアの編集者やウィキペディアに貢献してくれている人の規模はほかの国と比べると比較的小さいものです。 人気の検索エンジンに気に入られている上に、ほかにはこのようにフリーな知識源が存在しないので、あまり読まれないという問題が起きたことはありません。 |
11 | জনপ্রিয় সার্চ ইঞ্জিন হওয়ার সুবাদে, আর এই ধরনের বিনামূল্যে জ্ঞান পাওয়ার উৎসের অভাবে, পাঠক পাওয়া কখনো কোন সমস্যা হয়নি। | Wikimeetupsはウィキペディアが実際に集まる催しで、いまではインドでとても有名です。 |
12 | উইকিমিটআপ উইকিপিডিয়ানদের বাস্তব জীবনের একত্র হওয়ার একটি সুযোগ যা এখন ভারতে খুব জনপ্রিয়। | Jimmy Walesがバンガロールに来た2006年9月に最初のWikimeetupが開かれました。 |
13 | ২০০৬ সালের সেপ্টেম্বরে জিমি ওয়েলস ব্যাঙ্গালোরে গিয়েছিলেন আর ভারতের প্রথম উইকিমিটাপ দেখেছেন। | 2007年にチェンナイで開いたWikiconferenceには非常に注目が集まり、熱意も相当のものでしたが、どうしても勢いを保てませんでした。 |
14 | চেন্নাই এ ২০০৭ সালে একটা উইকি কনফারেন্স অনেক উৎসাহের সৃষ্টি করেছিল কিন্তু গতি ধরে রাখতে পারেনি। | 2009年7月以降、バンガロールでWikimeetupを定期的に開いていて、1ヶ月に1回以上のペースで会っています。 |
15 | ২০০৯ সালের জুলাই থেকে ব্যাঙ্গালোরে আমরা নিয়মিত উইকিমিটাপ শুরু করেছি, প্রতি মাসে অন্তত একটা সভা। | インドのウィキペディアンは今ではムンバイやコルカタ、プネー、ハイデラバードなどほかの都市でも定期的に開催しています。 |
16 | ভারতের উইকিপিডিয়ানরা এখন নিয়মিত অন্যান্য শহরে দেখা করেন যেমন মুম্বাই, দিল্লী, কোলকাতা, পুনে আর হায়দ্রাবাদ। | ウィキメディア・インド協会は2010年に正式に認可され、2011年には登録機関になりました。 |
17 | উইকিমিডিয়ার ভারত অধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানানো হয় ২০১০ সালে আর নিবন্ধন করা হয় ২০১১ সালে। | インドでは95以上の都市が10周年記念のパーティを主催すると届け出ました。 |
18 | ভারতের ৯৫টিরও বেশী নগর ও শহর নিবন্ধন করেছিল উইকিপিডিয়ার দশম বার্ষিকী উদযাপনের জন্য এবছর, যা অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশী। | この数字はほかのどの国より大きいものです。 |
19 | ব্যাঙ্গালোরের উদযাপনে দেখা যায় ২৫০ জনের বেশী অংশগ্রহণকারী ছিল এক দিনের আয়োজনে। | バンガロールのパーティには1日のプログラムで250以上の人が参加しました。 |
20 | ২০১০ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন ভারতকে সনাক্ত করে উইকিমিডিয়ার উন্নয়নের জন্য কৌশলগত এলাকা হিসাবে আর যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রথম অফিস স্থাপনে তারা প্রায় তৈরি। | 2010年に、ウィキメディア財団はインドをウィキメディアの発展における戦略的拠点の一つとして位置づけました。 インドには米国外で初のウィキメディア財団のオフィスが近々できる予定です。 |
21 | জিভি: আপনার কি কোন ধারনা আছে যে ইংরেজী সাইটের তুলনায় ভারতীয় ভাষার সাইটের জনপ্রিয়তা কেমন? | GV: 英語のウィキペディアと比べ、インドの言語のウィキペディアがどのくらい有名か、実感はありますか? |
22 | কোনগুলো সব থেকে বড় ভারতীয় ভাষার সাইট? | インドのウィキペディアのうちどれが最も大きいのでしょうか? |
23 | টিসি: ইংরেজী উইকিপিডিয়া ভারতের সব থেকে জনপ্রিয় উইকিপিডিয়া সাইট ছিল কিন্তু সম্প্রতি ভারতীয় ভাষার উইকিপিডিয়া সাইটের জনপ্রিয়তা বেড়েছে। | TC: 英語のウィキペディアは、これまでずっとインドで最も人気で有名です。 |
24 | এরই মধ্যে ২০টি ভারতীয় ভাষার উইকিপিডিয়া সংকলিত হচ্ছে আর আরো ২০টি রয়েছে প্রস্তুতি পর্যায়ে। | しかし、最近ではインドの言語のウィキペディアの認知度も上がっています。 |
25 | আসামী, পাঞ্জাবী, নেপালী, উড়িয়া আর মালয়লাম ২০০২ সালে প্রথম ভারতীয় ভাষার শুরু হওয়া উইকিপিডিয়া । | インドの言語のウィキペディアがすでに20個以上ありますし、さらに20個が立ち上げ中です。 |
26 | পরবর্তী দুই বছরে হিন্দী, তামিল আর বাংলা আর অন্যান্য ভাষার ভুক্তি অগ্রগতি লাভ করে। | 2002年に初のインドの言語のウィキペディアとしてアッサム語、パンジャブ語、ネパール語、オリヤー語、マラヤーラム語を始めました。 |
27 | বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার মধ্যে কাজের পার্থক্য আছে। | 続く2年間で、ヒンディー語、タミール語、ベンガル語が作られました。 |
28 | মালয়লাম, তামিল, তেলেগু আর বাংলা ভাষার খুব কার্যকর উইকিপিডিয়া গোত্র আছে। | 言語によって活発さは違います。 |
29 | হিন্দিতে সব থেকে বেশী প্রতিবেদন আছে যা শীঘ্রই ১ লাখ প্রতিবেদনের সীমা অতিক্রম করবে। | マラヤーラム語、タミール語、テルグ語、ベンガル語にはとても活動的なウィキペディアのコミュニティがあります。 |
30 | আমরা এখন বাকি উইকিপিডিয়ার জন্য কমিউনিটি গঠনে কাজ করছি ওই ভাষা-ভাষীদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলবে। | ヒンディー語で書かれた記事が最も多く、10万記事のマイルストーンを今にも超えそうな勢いです。 |
31 | মালয়লাম উইকিপিডিয়া | われわれはネイティブスピーカーの間での認知度を高めることで休止中になっているウィキペディアのコミュニティを作ろうと働きかけています。 |
32 | জিভি: ইন্টারনেটের সুযোগের কি অবস্থা- উইকিপিডিয়ার প্রসার কি মানুষের ইন্টারনেট সংযোগ থাকার উপরে নির্ভরশীল নয়? | マラヤーラム語のウィキペディア |
33 | টিসি: উইকিপিডিয়া মানুষের সমগ্র জ্ঞানের ব্যাপার যা মানুষ পেতে পারে। | GV: ではインターネットアクセスについてはどうでしょうか? |
34 | দুর্ভাগ্যবশত সেই প্রচেষ্টার সবই ওয়েব নির্ভর। | ウィキペディアはインターネットに接続できる人々に依存しているのではないでしょうか? |
35 | উইকিপিডিয়ানরা এখন চেষ্টা করছেন এটা তাদের কাছে পৌঁছে দিতে যাদের ইন্টারনেট সংযোগের সুবিধা নেই উইকিপিডিয়ার অফলাইন সংস্করন প্রকাশ করার মাধ্যমে। | TC: ウィキペディアの目的は人間の知識を寄せ集め、すべての人類に届けることです。 |
36 | ল্যাটিন না এমন ভাষার মধ্যে মালায়লাম উইকিপিডিয়া প্রথম উইকিপিডিয়ার অফলাইন সিডি প্রকাশ করেছে। | 残念ながら、ウィキペディアは完全にウェブベースです。 |
37 | কোন ভারতীয় ভাষার মধ্যে প্রথম হিসেবে মালায়লাম উকিসোর্স প্রকাশের অপেক্ষায় রয়েছে। | ウィキペディアンはインターネットへの接続手段を持たない人に知識を届けるため、ウィキペディアのオフライン版を発行しようと尽力しています。 |
38 | জিভি: আপনি ব্যাঙ্গালোরে বাস করেন, তাই আমরা হয়তো প্রশ্নের উত্তর কল্পনা করতে পারি: মুম্বাই, নতুন দিল্লী বা ব্যাঙ্গালোর? | マラヤーラム語のウィキペディアは非ラテン語文字の言語で初のオフライン版のウィキペディアのCDを発行しました。 マラヤーラム語はインドの言語で初のウィキソースをリリースする準備も進めています。 |
39 | কোনটা ভারতের উইকিমিডিয়া ফাউন্ডেশনের জন্য সব থেকে ভালো স্থান? | GV: あなたはバンガロールに住んでいますね。 |
40 | টিসি: সত্যিকারের ব্যাঙ্গালোর বাসী হিসাবে ব্যক্তিগতভাবে, আমি উইকিমিডিয়ার অফিস ব্যাঙ্গালোরে দেখতে পছন্দ করবো। | なので、だいたいこの答えはわかりますが、インドにおけるウィキメディア財団の拠点としてムンバイとニューデリーとバンガロールのどれが最もよいでしょうか? |
41 | ব্যাঙ্গালোরের উকি গোত্র বেশ জাগ্রত যারা বিভিন্ন ভাষার উইকিপিডিয়াতে অবদান রাখেন। | TC:生粋のバンガロール人として、個人的には、ウィキメディアのオフィスがバンガロールにできるといいと思っています。 |
42 | ব্যাঙ্গালোরের উইকিপিডিয়ানরা নিয়মিতভাবে মিলিত হন, অন্তত মাসে একবার। | バンガロールには異なる言語のウィキペディアに関わっている活発なウィキペディアンのコミュニティがあります。 |
43 | উইকিমিডিয়ার ভারত অধ্যায়ের আসন ব্যাঙ্গালোর। | バンガロールにいるウィキペディアンは少なくとも月に一回以上という頻度で定期的に会っています。 |
44 | কিন্তু ভারতের উইকিমিডিয়া প্রচারের সম্প্রসারণের ফলে, এটা মুম্বাই বা দিল্লিতে হওয়া ভালো। | バンガロールはウィキメディア・インド協会が話し合いを行う場でもあります。 |
45 | কিন্তু এটা পুরোপুরি উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্ত যে এটা তারা কোথায় চান। | しかし、ウィキペディアの活動が全インドで盛んになるということを考えると、ムンバイまたはデリーにするのが良いですね。 |
46 | ফাউন্ডেশন এখন সক্রিয়ভাবে চিন্তা করছেন এটা দিল্লী বা জাতীয় রাজধানী এলাকা তে করার। | しかし、どこなら実現可能か、ふさわしいかと考え、場所を決めるのは完全にウィキメディア財団に一任されています。 |
47 | জিভি: আপনি টুইটারে খুব সচল এবং ৫৬০০০ এর ও বেশী অনুসারী আছে আপনার। | 財団はデリーと首都圏を精力的に検討しています。 |
48 | সামাজিক মিডিয়ার প্রতি আপনার অনুরাগ এবং উইকিপিডিয়াতে আপনার অবদানের সাথে যোগসূত্র আছে? | GV: あなたはとてもツィッター上で活動的ですね。 |
49 | টিসি: আমি সর্বদাই বাস্তব এবং ভার্চুয়াল জগৎের মানুষের সাথে মিশতে পছন্দ করি। | 56,000人以上もフォロワーがいます。 |
50 | আমি উইকিপিডিয়া সংক্রান্ত এবং অন্যান্য জ্ঞান বিতরণ এবং এ নিয়ে আলোচনা করি টুইটারে। | ソーシャル・メディアに対する熱意とウィキペディアとの関わりの間に関係はありますか? |
51 | টুইটার হচ্ছে আমার মত করে বিশ্বব্যাপী অনুসারী/পাঠকদের সাথে যোগাযোগ রাখা। | TC: 現実世界においても、仮想世界においても、人と交わるのは昔から大好きです。 |
52 | অবশ্যই, আমি টুইটারকে উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার অনুষ্ঠান সম্পর্কে প্রচারে ব্যবহার করে থাকি। | ツイッターはわたしなりの世界の聴衆とつながる手段です。 もちろん、ウィキペディアやウィキメディアのイベントをツイッターで広めたいとも思っています。 |