# | ben | jpn |
---|
1 | উগান্ডা: রাষ্ট্রপতি বলছেন, তিনি পুরুষ সমকামীতা প্রতিরোধ খসড়া আইন স্থগিত করবেন | ウガンダ:「反ゲイ法阻止」大統領が表明 |
2 | উগান্ডার প্রস্তাবিত সমকামীতা প্রতিরোধ খসড়া আইন ২০০৯ এখনো দেশটির সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু দেশটির ডেইলি মনিটর নামক সংবাদপত্র বৃহস্পতিবারের এক সংবাদে জানায়, রাষ্ট্রপতি ইয়োরি মুসেভেনি “যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন, তিনি এই বিল বা খসড়া আইনটিকে আটকে দেবেন”: | ウガンダで提案中の反同性愛法案はいまだに国会の最終決定待ちだが、ウガンダのデイリー・モニター紙は水曜日、大統領のヨウェイ・ムサベニが「米国務省に法案を阻止するつもりだと確約した」と報じている。 |
3 | নভেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের যেখানে উগান্ডার প্রতিনিধিরা অবস্থান গ্রহণ করেছে তার সামনে এক্টিভিস্টরা এই খসড়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে। | Museveni 大統領は、ンドルワ西部の議員デービッド・バハティが提案した反ゲイ法に対し、アメリカ当局に否認権を行使すると確約した。 |
4 | ছবি ফ্লিকারের রিকহ্যাভোকের সৌজন্যে পাওয়া। | 彼の最近の姿勢や、彼が率いる政府の高官たちの発言とは、一線を画す態度だ。 |
5 | রাষ্ট্রপতি মুসেভেনি আমেরিকার সরকারকে নিশ্চিত করেছেন যে তিনি পশ্চিম এন্ডোরওয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ডেভিড বাহাতির এই প্রস্তাবিত পুরুষ সমকামীতা প্রতিরোধ বিল বা খসড়া আইনটিকে তিনি আইনে পরিণত করতে বাঁধা দিবেন। | 法案に反対し、ニューヨークにある国連のウガンダ大使館の外に集まる活動家 写真は Flickr の riekhavoc から無料提供を受けた。 |
6 | তার এই বক্তব্য, তার সাম্প্রতিক অবস্থান এবং সরকারের দেওয়া বিবৃতির বিপরীত ধারণা প্রদান করে। | ブロガーのGay Uganda は、ウガンダ政府のメッセージは欧米諸国向けとウガンダ人向けの間で矛盾していると指摘した。 |
7 | ব্লগার গে উগান্ডা দেশটির সরকারের বিতর্কিত অবস্থান গ্রহণের দিক সম্বন্ধে নির্দেশ করছে। | 大統領が米国務省にこの法案は成立しないと断言したという記事を覚えているかい? |
8 | সরকার পশ্চিমের কাছে এক আর উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বার্তা প্রদান করছে: | 大統領はアメリカ人には確かにそういってるねぇ。 |
9 | যে কেউ স্মরণ করতে পারে এমন এক প্রবন্ধের কথা যেখানে উগান্ডার রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে নিশ্চয়তা প্রদান করেছিল যে, এই বিলটি আইনে পরিণত হবে না। | ウガンダ政府はウガンダ人にはこう言っているのさ。 |
10 | হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রের সরকারে কাছে এ রকম কথা বলেছে। আর উগান্ডা সরকার উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বক্তব্য প্রদান করেছে। | 「政府の反ゲイという立場は変わらない」大臣の発言 昨日の発言で、外務大臣のサム・クテサは政府は同性愛の推進は支持できないと述べた。「 |
11 | মন্ত্রীরা বলছেন, সরকারের পুরুষ সমকামীতার বিপক্ষে অবস্থান বজায় রয়েছে, বৃহস্পতিবারে প্রকাশিত এক বিবৃতিতে সরকারের পররাষ্ট্র মন্ত্রী সাম কুটেসা জানান, সরকার সমকামীতার প্রচারণা পছন্দ করে না, “ যেমন আমরা পতিতাবৃত্তি বিষয়ে কোন প্রচারণা পছন্দ করি না”। | 売春を支持できないのと同じです。」 |
12 | আফ্রোগে ধারণা করছে যে, উগান্ডা সরকার বিশ্বাস করে, তারা এই বিল বা খসড়া আইন নিয়ে পার হয়ে যেতে পারবে, কারণ বিশ্বের নেতাদের মাথায় এর বাইরে আরো অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে: | AfroGay は、ウガンダ政府は法案についてとやかく言われずにすむと考えているのだろうと推測している。 |
13 | ১৯৯৯ সালে মুসেভেনি নিজেই পুরুষ সমকামীদের গ্রেফতার করা এবং তাদের জেলে পাঠানোর আদেশ প্রদান করেন। | 世界の指導者たちが気にかけているのは別のことだからだ。 |
14 | এই আইন পরিষ্কার ভাবে এক অসৎ উদ্দেশ্য তৈরি করা হয়েছিল [সেবার দাতাগোষ্ঠী এই বিষয়ে হস্তক্ষেপ করে, এবং মুসেভেনি দ্রুত এই গ্রেফতারের বিষয় থেকে সরে আসে]। এমইউ৭ ভেবেছিল যে বাহাতির তৈরি করা এই বিল বা খসড়া আইন এই সময়ের একটি ভিন্ন বিষয়। | 1999 年にMuseveni 自身も、ゲイは逮捕され牢屋に入れられるべきだとほとんど考えずに言い捨てたが [このときも資金供給側が介入し、Museveni はあわてて発言を撤回した]、このときと同じで、バハティ法案など 些細な問題とみなされて放っておかれるだろうと、ムセベニはそう思っていたんだ。 |
15 | এখন ওবামা তালেবানদের পেছনে লেগে রয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এক খোঁড়া হাঁস এবং বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে চীনের মত কোন দেশ ছাড়া এমন কেউ নেই যে আফ্রিকার ঘটনাবলীকে গুরুত্বের সাথে গ্রহণ করবে। | オバマはタリバンに気をとられていて、ゴードン・ブラウンは死に体で、あのどう猛な中国以外にアフリカのことを真剣に考えている人間などいない、そんなご時世なのだからと。 |
16 | কিন্তু সত্য ঘটনা হচ্ছে ওবামা এবং ইউরোপ উগান্ডার বিষয়টি গুরুত্বের সাথে নেবে, কারণ অন্যদের তুলনায় উগান্ডা এক সহজ শিকার। | けれども、ふたを開けてみたら、オバマやヨーロッパはよろこんでウガンダのことを問題にしたわけだ。 |
17 | যেমন উদাহরণ হিসেবে বলা যায় চীনের কথা। | 中国なんかと比べると楽なターゲットだからね。 |
18 | হিলারি ক্লিনটন বলেছেন যে অন্য এক দিন চীনকে ধরা হবে, কারণ তিনি চীনকে সে ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে ভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তিনি নিয়ন্ত্রণ করে। | ヒラリー・クリントンはこの前中国を第三世界の国と同じように扱うわけはないと発言していた。 |
19 | এই ভাবেই তার মত করে সে পরোক্ষভাবে নির্দেশ করছে কর্তৃত্ব দেখানোর বেলায় উগান্ডাকে তিনি কোথায় রাখছেন। | 次につっつくのはウガンダですよと遠まわしに彼女はほのめかしていたのだ。 |
20 | আরেকটি পোস্টে পর্দার পেছনে কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে আফ্রোগে আলোচনা করছে: | AfroGay は裏で起きていることは何であるか議論している。 |
21 | কাজেই, এমনকি যদিও তারা ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে এক অস্পষ্ট অবস্থান তৈরি করেছে, তারপরেও এই খসড়া আইন বা বিল নিয়ে সরকারের এক নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। | 今はわざと態度をあいまいにしているにしても、政府はこの法案に対してはっきりとした考えを持っている。 |
22 | এটি হল এই যে এই খসড়া আইন আন্তর্জাতিক অবস্থান ও দান হিসেবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিপদ বয়ে আনবে। | しかも、その考えは国際関係や資金援助に響くだろうと彼らはみなしているのだ。 |
23 | আলোড়ন এখনো শেষ হয় নি। | まだ騒ぎはおさまっていない。 |
24 | বাহাতি যে মনোযোগ লাভ করেছেন তার ফলে সে বেশ সাহসী হয়ে উঠেছে। | バハティは注目を浴びて勢いづいたのだ。 |
25 | এবং তিনি পরিষ্কার ভাবে উন্মোচন করছেন তার এই ১৫ মিনিটের খ্যাতির বিষয়টি। | 明らかに彼は束の間の栄誉を楽しんでいる。 |
26 | কাজেই সে খুব সহজে বিষয়টি ছেড়ে দেবে না। | だから、そう簡単に従いはしないだろう。 |
27 | কিন্তু তার হাতে হাত রেখে সরকার এগিয়ে যাবে। | でも政府は彼に無理強いするだろうね。 |
28 | বাহাতির সংসদীয় এলাকায় একটা নতুন ক্লিনিক বা চিকিৎসালয় খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। | バハティの選挙区に新しい病院が建つだろうし、ンドルワの人民にあれやこれやと約束させられるだろう。 |
29 | এন্ডোরওয়ার জনগণকে এটা সেটা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। | 再選のキャンペーンに資金を直接出せという約束もさせられるかもしれない。 |
30 | এমনকি পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে বাহাতিকে সরাসরি অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। | ムセベニがウガンダに何を求めるにせよ、ムセベニは手に入れるのだ。 |
31 | মুসেভেনি উগান্ডায় যা চান, তিনি তা পান এবং আমি ধারণা করি এই খসড়া আইনকে যখন সংসদে উপস্থাপন করা হবে, তখন সেটি তার আগের ঘটনার মতই ছায়া হয়ে রইবে- যদি, আদৌ তা উপস্থাপন করা হয়। | そして、私の読みでは、議会に法案が届くころには、法案は形骸をとどめていないだろう。 まぁ議会まで行くかも怪しいけれどね。 |