# | ben | jpn |
---|
1 | মিশর: যখন মুবারকের ভাষণ আরো ক্ষোভের সঞ্চার করে এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | エジプト:ムバラクが反撃の演説を行なったが・・・ |
2 | মুবারক মিশরীয় নাগরিকদের উদ্দেশ্য ভাষণ প্রদান করছেন। | この記事は、2011年エジプト大規模デモ特集の一部となります。 |
3 | ছবি: সুলতান আল কাসেমির যখন চারদিন ধরে চলা বিক্ষোভ মিশরকে উত্তপ্ত করে রেখেছিল, তখন এই কয়দিন মিশরের একগুয়ে রাষ্ট্রপতি হোসনি মুবারক চুপচাপ থেকে অবশেষে আজ জাতির উদ্দেশ্য ভাষণ প্রদান করলেন। | エジプトで抗議活動が燃え盛る間4日間に渡って沈黙を守った後、現職のホスニ・ムバラク大統領は本日(1/29)早くにエジプト国民に向け、抗議活動家たちを「ギャング」や「悪党」だと呼ぶ演説を行った。 |
4 | তিনি বিক্ষোভকারীদের “গুণ্ডা” এবং “লুটেরা” বলে উল্লেখ করেন। | 同時に内閣を解任し、新しい内閣を本日組閣するとも述べている。 |
5 | এছাড়াও তিনি মন্ত্রীসভার সকল সদস্যকে বরখাস্ত করেন এবং বলেন যে আজকেই তিনি মন্ত্রীসভায় নতুন সব মন্ত্রীদের নিয়োগ দিতে যাচ্ছেন। | 世界中のネット市民は、この演説に対して失望と激しい怒りを覚えている。 |
6 | সারা বিশ্বের নেট নাগরিকরা তার এই ভাষণে কেবল হতাশ নয়, তারা এই ভাষণে ক্ষিপ্ত হয়ে উঠেছে। | エジプト国民に向けて演説を行うムバラク 撮影:スルタン・アル・カセミ |
7 | অ্যাংরি আরব নিউজ সার্ভিসের আসাদ আবুখালিল তীব্র কণ্ঠে বলছেন: | ムバラクが生中継で喋っている。 |
8 | মুবারকের ভাষণ টিভিতে সরাসরি প্রচার হচ্ছে। | 墓穴を掘りまくってるね。 |
9 | সে তার নিজের জন্য এক বড় গর্ত খুঁড়ছে। | 抗議活動をしている人たちを侮辱している。 |
10 | সে বিক্ষোভকারীদের অপমান করেছে। | 生涯を通じて貧しきには同情しているって言っていたのは自分なのに。 |
11 | মুবারক তার ভাষণে বলেছে যে সে সারা জীবন ধরে গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিল। | だから、大金持ちしか周りにいないんだよ、独裁者さん。 |
12 | এই কারণে কি আপনার চারপাশে সব কোটিপতিদের ভীড়, যে আপনি এক স্বৈরশাসক? | また別の攻撃的なコメントで、このレバノン系アメリカ人は以下のように書いている: |
13 | আরেকটি তীব্র আক্রমণাত্মক লেখায়, লেবাননে জন্ম নেওয়া এই আমেরিকান নাগরিক লিখেছেন: | 内閣を退陣させると宣言しているね。 |
14 | সে তার পুরো মন্ত্রীসভার পদত্যাগের কথা বলেছে: কারো গিয়ে তাকে বলা উচিত: জনতা আপনার পদত্যাগ চায়। হে নির্বোধ। | 誰か言ってやれよ、みんなが辞めて欲しがってるのはあんただって、馬鹿なやつだな。 |
15 | এবং সে মুবারকের ভাষণের সাথে তিউনিশিয়ার বিতাড়িত রাষ্ট্রপতি জয়েন এল আবেদিন বেন আলির ভাষণের তুলনা করেছে। ২৯ দিনের এক বিক্ষোভের পর বেন আলিকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। | また彼は、ムバラクの演説を、29日間の抗議活動の末に国外追放となったチュニジアの大統領、ザイン・アル=アービディーン・ベン=アリーのそれと比べている: |
16 | আপনারা মুবারকের এই ভাষণকে রাষ্ট্রপতি হিসেবে বেন আলির দেওয়া সর্বশেষ ভাষণের সাথে তুলনা করতে পারেন। | ムバラクの演説をベン=アリーの最後の演説と比べることもできるかもしれない。 |
17 | এই ভাষণ কেবল সবকিছুকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। | 状況を悪化させているだけだね。 |
18 | সে এমন ভাবে কথা বলছে যেন লোকজন এই দুর্দশার জন্য প্রধানমন্ত্রী নাদিফকে দায়ী করছে। | ムバラクは人民が悲惨な状況を単純にナズィーフ首相の責任だと非難しているかのように表現していた。 |
19 | যে ভাবে একজন স্বৈরশাসক শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। | 最後の一秒までいかに独裁者が戦うのかという見本だね。 |
20 | ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আজ সে তার ক্ষমতা ত্যাগ করত, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় থাকতে বাধ্য করছে। | ムバラクが今日にでも権力を明け渡した可能性はあり、アメリカが権力の座に留まるよう強いたのではないかと個人的には考えているんだ。 |
21 | আমি এই বিষয়টি ধারণা করছি মাত্র, কিন্তু আমার মনে হয়, এই ব্যাপারে আমি সঠিক। | これは私の憶測だけれども正しいと感じてもいる。 |
22 | আমি এই রকম তথ্য পেয়েছি যে, যুক্তরাষ্ট্র মিশরীয় সেনবাহিনী প্রধানকে নতুন নেতা হিসেবে তৈরির চেষ্টা চালাচ্ছে। | アメリカはエジプト軍参謀長を新しいリーダとしようとしているという情報もあるし。 |
23 | সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল কাশেমি জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হওয়া বিক্ষোভের সময় থেকে মিশরের উপর খুব নিবিড় ভাবে নজর রাখছিলেন। | 1月25日の抗議活動の始まり以来エジプトに注目しているUAEのライター、スルタン・アル・カセミは、彼の憤りと失望とを一連のツイートで明らかにしている。 |
24 | তিনি বেশ কিছু ধারাবাহিক টুইটে তার ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছেন। | スルタンは次のように述べている: |
25 | তিনি বলছেন: | 彼はインターネットや携帯電話の制限を止めるとは言わなかった。 |
26 | তিনি ইন্টারনেট এবং মোবাইল ফোন নেটওয়ার্ক সংযোগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেননি, তিনি বিরোধী দলের নেতাদের সাথে বৈঠকের কোন প্রস্তাব করেননি। | 彼は野党党首との会合を提案しなかった。 |
27 | তিনি মিশরীয় নাগরিকদের চাওয়াকে গ্রহণ করেননি। | 彼はエジプト国民を認めなかった。 |
28 | তিনি এর সাথে যোগ করেছেন: | また、スルタンは次のように付け加えている: |
29 | এমনকি তিনি বলেননি যে তিনি এ বছরে পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে তিনি আর অংশ গ্রহন করবেন না। | 彼は今年後半の大統領選に自身が再度立候補しない、息子に世襲させない、議会を解散しない、そのいずれにも言及すらしなかった。 |
30 | তার পুত্রকে ক্ষমতায় আসীন করবেন না অথবা সংসদ ভেঙ্গে দেবেন! মিশরীয় যা পাবে তা হচ্ছে জামাল মুবারক দ্বারা নিয়ন্ত্রিত এক নতুন সরকার। | 我々は、ガマル(訳注:ガマル・ムバラク、現大統領の次男)率いる新しい政府下におかれるだけなのだ。 |
31 | এবং সে ক্ষোভে ফেটে পড়ে বলছে: | そして、こう怒りを露にしている: |
32 | একজন বয়স্ক স্বৈরশাসকের প্রদান করা ইতিহাসের সবচেয়ে বাজে ভাষণ। | 歴史上、独裁者が行った演説の中で一番酷い演説だったね。 |
33 | কি সব বাজে কথায় ভরপুর। | くだらないことばかりで。 |
34 | এদিকে, সারা বিশ্ব থেকে আসা কিছু প্রতিক্রিয়া নীচ তুলে ধরা হল: | 世界中からも多くの反応が寄せられている: |
35 | এই টুইটটি ১০০ বারের মত পুনরায় টুইট করা হয়েছে: | 次のツイートは100回以上リツイートされている: |
36 | @সিভাভেইড: মুবারকের প্রতি, অস্বীকার (ডিনাইল/নীল নদ) #মিশরে একটি প্রবাহমান ধারা। | @sivavaid: ムバラクへ、拒絶は#エジプトでは意味をなさないよ |
37 | মিশরে যা কিছু ঘটছে তার ক্ষেত্রে নমনীয় আচরণ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা তোপের মুখে পড়েন। | 米国大統領バラク・オバマも、エジプトでの騒動に対する「寛大な」態度を攻撃されている: |
38 | @সামিরআহমেদইউকে: গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবর্তন করার ক্ষেত্রে মুবারকের যে চিন্তা: তাতে সে “নিজেকে বাদ দিয়ে সবাইকে বরখাস্ত করেছে”। | @SamiraAhmedUK: 「自分以外の全員を解雇する」ことがムバラクにできる最大限の変革だ。「 |
39 | পুরোদস্তুর পরিবর্তনের বিষয়ে ওবামার যে বক্তব্য তা অনেক দুর্বল। | 堅固な」変革が必要とされているとオバマは演説したけど、だいぶ弱い変革だな。 |
40 | উপ-রাষ্ট্রপতি জো বাইডেন, তারচেয়ে ভালো কোন বক্তব্য প্রদান করেনি : | ジョー・バイデン副大統領も攻撃を免れてはいない: |
41 | @এফগেনিমোরোজভ: জো বাইডেন উদ্বেগের সাথে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জেকে “উচ্চ মানের প্রযুক্তি ব্যবহারকারী সন্ত্রাসী” হিসেবে অভিহিত করেছেন, কিন্তু তিনি মুবারককে “স্বৈরশাসক” বলতে অনিচ্ছুক। | @evgenymorozov:ジョー・バイデンは積極的にアサンジ(訳注:ウィキリークスの編集長)を「ハイテクテロリスト」と分類したけれど、ムバラクを独裁者と呼ぶのは気が進まないようだ。 |
42 | আমেরিকার তার নিজের মত সব তৈরি করছে। | アメリカの本領発揮、だね。 |
43 | টুইটারে মুবারকের কিছু বক্তব্য হাসির বিষয় এবং বিচিত্র বলে বিবেচিত হয়েছে: | ムバラクの言葉の一部はツイッター上で笑いや嘲りを呼んでいる。 |
44 | @নানাওয়ারিকো: হাহাহাহা আরটি@জিচিভুহু:#মুবারক, আমি এখানে মিশরের নিরাপত্তার বিধানের দায়িত্বে নিয়োজিত”। | @nanawireko: ははははRT@Zichibhu: #ムバラク曰く、「私はエジプトを守るためにここにいるんだ」 #嘘だね #嫌なやつ |
45 | #ইয়ুলাই,#এসওবি। | @Mayousef: 人民はムバラクを@foursquareのエジプト市長の座から追放した。 |
46 | @মাইয়োসেফ: মিশর প্রধানের পদ থেকে জনতা মুবারককে অপসারিত করে ছাড়বে@ফোরস্কোয়ার,#জান২৫ | #Jan25 |
47 | @রিংলুনাটিক:আরটি @আনএসেনসিয়ালিস্ট:আরটি@ইয়াসমিনহামিদি:মুবারক: আমি যে স্বৈরশাসক নই তা প্রমাণের জন্য, আমি ব্যক্তিগতভাবে এক নতুন সরকারে নাম ঘোষণা করব! | @ringlunatic: RT @unessentialist: RT @yasminhamidi: ムバラク:独裁者ではないことを証明するために、新しい政府を個人的に任命しようと思う |
48 | #জান২৫,#ইজিপ্ট @ওমারবাদ্দার: দিনের সেরা কৌতুক-ওবামা: হোসনি, আমরা মনে হয় তোমার জনতার প্রতি তোমার একটা বিদায় পত্র লেখা উচিত”। | @omarbaddar: 本日のジョーク -オバマ「ホスニ、ご自分の国民に向けてお別れの手紙を書いたほうがいいと思うんだけど」ホスニ・ムバラク「なんで? |
49 | হোসনি মুবারক: কেন? | あいつら、どこに行くって言うんだよ」 |
50 | তারা কোথায় যাচ্ছে? | 歴史の教科書に立ち返って気づきを提供する者もいる: |
51 | অন্যরা আমাদের স্মরণ করিয়ে দেবার জন্য ইতিহাসের পাতায় প্রবেশ করেছে: | @MAlshehri: 「ムバラクは#エジプト5,000年の歴史の中で、ムハンマド・アリー・パシャとラムセス2世に次いで第三番目に長い統治期間を誇る。 |
52 | @এমআলশেহরি: “মুবারক #মিশরের ৫০০০ বছরের ইতিহাসে তৃতীয় শাসক যিনি সবচেয়ে বেশি দিন ক্ষমতায় রয়েছেন। | #Jan25 |
53 | তার চেয়ে কেবল মোহাম্মদ আলি বাশা এবং ফারাও দ্বিতীয় রামেসিস বেশি দিন ক্ষমতায় ছিলেন#জান২৫”। | ムバラクの演説の効果が何かあったとすれば、街の怒りに火を注いだという点だろう: |
54 | যাই হোক না কেন, মনে হচ্ছে তার ভাষণ রাস্তায় বিক্ষোভকারীদের মনে আরো ক্ষোভের সঞ্চার করেছে: | @EANewsFeed: #エジプト: カイロからの速報「反逆の魂は生きている。 |
55 | @ইএনিউজফিড: #ইজিপ্ট: কায়রোর থেকে সরাসরি পাওয়া সংবাদ: মনসিক দৃঢ়তা, কোন কিছু শুনতে বাধ্য নয়। বিক্ষোভ চলছেই”। | 抗議活動は今も続いている」http://tinyurl.com/6ysbf9a #Jan25 #スィディブジド |
56 | #সিদিবোউজিদ।http://tinyurl.com/6ysbf9a #Jan25 #sidibouzid | @monaeltahawy: #ムバラクは自らが国民の恐怖を享受する独裁者であるかのように振舞っている。 |
57 | @মোনায়েলতাহাওয়া:#মুবারক: একজন স্বৈরশাসকের মত আচরণে, যার নাগরিকদের শঙ্কিত হবার কথা, তার বদলে সে নাগরিকদের ঘৃণা এবং ক্ষোভ অর্জন করেছে। | しかし、彼は代わりに憎しみと怒りを獲得しているのだ。 |
58 | বিক্ষোভকারীরা তাকে মোটেও ভয় পায় না। | 抗議活動をしている者たちは、彼を恐れてなどいない。 |
59 | #জান২৫ | #Jan25 |
60 | @আহমাদএইচকেএইচ:#মিশরের রাজধানী কায়রোতে সামরিক বাহিনীর ট্যাঙ্কের উপর লেখা রয়েছে “মুবারক নিপাত যাক”। | @AhmadHKh: 「ムバラクを倒せ」と落書きされた#エジプト軍の戦車のイメージは#1月25日について多くを語っている |
61 | যা আসলে সবকিছু স্পষ্ট ভাষায় বলছে। #জান২৫ | また、ムバラクに荷を纏めてエジプトを去れと告げる声も増えている。 |
62 | এবং টুইটারে আরো অনেকে মুবারককে তল্পিতল্পা গুটিয়ে মিশর ত্যাগ করার আহ্বান জানাচ্ছে: | @UnitedArabs: #ムバラクよ、家族と取り巻きたちを集めて、#エジプトからの片道旅行に出発するならば、今日という日は善き日だぞ。 |
63 | @ইউনাইটেডআরব:#মুবারক, আপনার পরিবারের সদস্য এবং সহযোগীদের একসাথে করা এবং #মিশর থেকে অন্য কোথাও চলে যাবার জন্য আজ একটা চমৎকার দিন। | @alykhansatchu: 「ムバラク、ムバラク」人々が叫ぶ。「 |
64 | @আলইয়াখানস্তাচু: জনতা চেঁচিয়ে বলছে, মুবারক, মুবারক, সৌদি আরব তোমার জন্য অপেক্ষা করছে”। | サウジアラビアが待ってるぞ」その時、放水砲が群集に向かって水を噴いた- |
65 | তারা তখন এই কথাগুলো উচ্চারণ করে, যখন জল কামান তাদের দিতে তাক করা হচ্ছিল। - | @aqsaaa_: まず国民で、次にアメリカだった。 |
66 | @আকসাআআ_: প্রথমে তোমারা নাগরিকরা, তারপর যুক্তরাষ্ট্র এবং এখন তোমার সামরিক বাহিনীর সদস্যরা তোমার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। | 今や軍隊だ。 最も近しい協力者も反抗する時には、#ムバラクよ、身を引くのが賢明ってものではなかろうか。 |
67 | যখন তোমার ঘনিষ্ঠ মিত্ররা তোমাকে পরিত্যাগ করেছে, তখন #মুবারক, ক্ষমতা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। | #エジプト #Jan25 |
68 | #মিশর,#জান২৫ | ムバラクの30年間の統治に対する大規模な抗議活動は第五日目に入っている。 |
69 | যখন মুবারকের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে চলতে থাকা ব্যাপক বিক্ষোভ আজ পঞ্চম দিনে পা দিয়েছে, তখন এই সংক্রান্ত আরো তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। | エジプトからの更なるニュースに注目していて頂きたい。 |