Sentence alignment for gv-ben-20120727-29380.xml (html) - gv-jpn-20120906-16006.xml (html)

#benjpn
1যুক্তরাজ্যঃ অলিম্পিক পথ প্রদর্শনীতে তাইওয়ানের পতাকা উধাওイギリス:台湾国旗、ロンドンオリンピックの国旗陳列から撤去される
2এই পোস্টটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।この記事は 2012年ロンドン五輪特集 の一環です。
3২৪ জুলাই ২০১২, অলিম্পিক-এর মশাল নিয়ে সারা লন্ডন জুড়ে দৌড়ানোর ঠিক আগে, যুক্তরাজ্যের রাজধানী শহরের রিজেন্ট স্ট্রিট থেকে তাইওয়ানের পতাকা সরিয়ে নেওয়া হয়।2012年、7月24日、ロンドンの街中でオリンピック聖火のリレー [en] が行われる直前に、台湾国旗がこの街のリージェント・ストリートから取り除かれた。
4যদিও এই গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে অন্য সব জাতির জাতীয় পতাকা সেখানে টাঙ্গিয়ে রাখা হয়েছে।他のすべての国旗は依然、今年の夏の祭典の各国代表団を歓迎するために陳列されたままである。
5এইভাবে হঠাৎ করে তাইওয়ানের পতাকা অদৃশ্য হয়ে যাওয়ায় দেশটির অনেক নাগরিক হতাশ।多くの台湾国民が自国国旗が突然姿を消してしまったのに落胆した、とフェイスブックユーザーのイー・ハオ・リアオは不平を漏らしている [zh] 。
6ফেসবুক ব্যবহারকারী ই-হোয়াও লিয়াও অভিযোগ করেছেন [চীনা ভাষায়]:はぁ・・・私の幸せはつかの間でした。
7শশশ… কিছুক্ষণের জন্য আমি সুখী ছিলাম।ロンドンではオリンピックのために訪れる世界中の人々を歓迎する用意が進められている。
8অলিম্পিকের প্রারম্ভে লন্ডন শহর বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।レディットユーザーの lol_oopsie は国旗が取り除かれた理由を尋ねている [en] 。
9রেডডিট ব্যবহারকারী লোল_অপস প্রশ্ন করেছেন কেন তাইওয়ানের জাতীয় পতাকা অপসারণ করা হল:私は知りたい。
10আমি জানতে আগ্রহী যে এটা কি লন্ডন শহরের কর্মকর্তাদের আতঙ্কের ফল, নাকি চীনা কর্তৃপক্ষ তাদেরকে এটা নামিয়ে ফেলার জন্য হুমকি প্রদান করেছে।国旗が取り除かれたのはオリンピック実行委員会の血迷った行動なのか、または中国が台湾国旗を下ろすように実行委員会に圧力をかけたのか。
11আমি মনে করি ঘটনাটি কিছুটা মনোযোগ আকর্ষণের যোগ্য।いずれにしても、この事件はある程度は注目されるべきだと思う。
12যারা অলিম্পিক বিষয়ক সমস্ত সংবাদ প্রকাশ করে, তারা সকলেই এটিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে।しかし、全くもってこのことに関する報道はされていない。
13রেডডিট-এর আরেকজন ব্যবহারকারী মিন্টিয়াটাইনি এর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন:他のレディットユーザーの mintytiny は次のように回答している [en] 。
14যদিও কর্তৃপক্ষ এই ক্ষেত্রে কোন ব্যাখ্যা প্রদান করেনি, তবে রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশন-এর সূত্রমতে তাইওয়ানের প্রতিনিধিত্ব বোঝাতে তারা দেশটির পতাকা সরিয়ে সেখানে অলিম্পিকের পতাকা স্থাপন করবে।リージェント・ストリート協会による説明は全くないが、同協会によると、彼らは台湾国旗を「台湾を象徴する為に使われるオリンピック旗」と取り替えるつもりだとのことだ。
15আমি বলতে চাই, এটা মূলত একটা খোঁড়া যুক্তি এবং প্রকৃত কোন যুক্তিকে এখানে উত্তম মনে হবে।私はこれでは本当に納得することはできないし、どんなことでも事実を説明してくれるほうが好ましいと言わざるを得ない。
16আরেকজন ফেসবুক ব্যবহারকারী মেলিসা আলেকজান্ডার, তাইওয়ানের জাতীয় পতাকা অপসারণের বিরুদ্ধে করা প্রতিবাদের ছবি তৈরী করেছেন:他のフェイスブックユーザーのメリッサ・アレクサンドラーは台湾国旗の撤去に抗議するために一枚の写真を作成した。
17মেলিসা আলেকজান্ডারের প্রতিবাদের ছবি, ফেসবুকের মাধ্যমে পাওয়া।フェイスブックに投稿されたメリッサ・アレクサンダーの抗議の写真。
18এই ছবির নীচে, মেলিসা অন্যদের আহবান জানাচ্ছেন যেন তারা রিজেন্ট স্ট্রিট-এর ম্যানেজমেন্ট টিম আনাস্তাসিয়ার কাছে মেইল পাঠায় এবং তাদের প্রতি দাবী জানায় যেন তারা আবার তাইওয়ানের পতাকা যথাস্থানে রাখে।その写真の下で、台湾国旗をもとに戻すことを求める旨のEメールをリージェント・ストリートの管理チームであるアナスタシアに対して送るよう呼びかけている。
19মেলিসার এই আহ্বানের জবাবে কেনেথ ওং , রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশনকে মেইল আকারে চিঠি লেখে এবং তার প্রাপ্ত উত্তর মেলিসার ছবির নীচে রেখে দেয়:メリッサの求めに応じて、ケネス・ウォンは協会にEメールを送り、その返答 [en] をメリッサ氏の写真の下に投稿している。
20প্রিয় কেনেথ親愛なるケネス様Eメールをいただきましてありがとうございます。
21আপনার মেইলের জন্য ধন্যবাদこの件に関しては既に協会内で取り上げられており、明日の夕方にはチャイニーズタイペイオリンピック委員会旗が取り付けられることとなっております。
22এই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং আমি এই নিশ্চিত করতে পারি যে আগামীকাল সন্ধ্যায় চাইনিজ তাইপের পতাকা আবার সেখানে উত্তোলন করা হবে।私は全ての出場国の旗が陳列されるとお約束いたします。
23আমি আপনাকে এই বিষয়টি নিশ্চিত করতে পারি যে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা সকল জাতির পতাকা প্রদর্শন করা হবে।ルーシー・ターンブル リージェント・ストリート協会
24বিনীত লুসি টার্নবুল রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশনメリッサ・アレクサンダーはその返答に落胆した [en] 。
25মেলিসা আলেকজান্ডার এই প্রতিউত্তরে হতাশ:私たちはチャイニーズタイペイオリンピック委員会旗ではなく台湾国旗がいいんだ!
26আমরা চাইনিজ তাইপের পতাকা চাই না, তার বদলে আমারা আমাদের জাতীয় পতাকা চাই।リージェント・ストリートはオリンピックの聖火リレーのルートには含まれていないし、オリンピックスタジアムの一部でもない。
27রিজেন্ট স্ট্রিট না লন্ডন অলিম্পিকের যাত্রা পথের অংশ, না সেটি কোন অলিম্পিক স্টেডিয়ামের অংশ।それゆえに、協会には台湾国旗を置くことを拒否する理由はないはずである!
28যার ফলে সেখানে তাইওয়ানের জাতীয় পতাকা পুনরায় স্থাপনে প্রত্যাখান করার তাদের কোন কারণ নেই!一方、デザイナーのタミー・リンはこの状況を打開する 独創的な提案 [en] を楽しげに投稿している。
29এদিকে ডিজাইনার টামি লিন একটি হালকা হৃদয়গ্রাহী পোস্ট লিখেছেন তাতে তিনি পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য কিছু সৃষ্টিশীল পরামর্শ প্রদান করেছেন।それは台湾国旗を3Dの宣伝広告にしてストリートに戻すというものや、QRコード化してストリートに戻すというようなのである。
30যেমন, চোরাচালানের মাধ্যমে তাইওয়ানের পতাকাকে রাস্তায় ফিরিয়ে আনা, এটিকে কিউআর কোডে রূপান্তরিত করার জন্য পতাকার থ্রিডি বিজ্ঞাপনে বানানো। .校正:Maiko Kamata