Sentence alignment for gv-ben-20100731-12052.xml (html) - gv-jpn-20100803-2008.xml (html)

#benjpn
1ইকুয়েডর: আন্দেজ শকুনের জাতীয় দিবসエクアドル:コンドルの日
2১৯৯১ সালে ইকুয়েডর কৃষি মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত অনুসারে সে দেশে গত ৭ই জুলাই শকুনের জাতীয় দিবস পালিত হয়।エクアドルでは、1991年に農業省によって採択された決議で、7月7日はコンドルの日と定められている。
3দুর্ভাগ্যবশত প্রতিবছর পালিত হওয়া এই দিবস অনেক ইকুয়েডরবাসীর নজরে পড়ে না।残念なことに、多くのエクアドル人は何も知らずにこの日を過ごす。
4ভ্যালেরিয়া সায়েঞ্জ (@vsteleamazonas) টুইট করেছেন: গত ৭ই জুলাই জাতীয় দিবস ছিল আন্দেজের শকুন পাখির (কন্ডোর) যা ইকুয়েডরের প্রতিক, কেউ কি এটি উদযাপন করেছে?Valeria Sáenz (@vsteleamazonas)はツイッターでこうつぶやいている:
5তার প্রথম টুইটের কয়েক মিনিট পরে, ভ্যালেরিয়া এই শকুন দিবস পালনের গুরুত্ব জানিয়েছেন:7月7日はエクアドルのシンボルである鳥、アンデスコンドルの日だったけど、誰か祝った?
6এটা ‘হারিয়ে' যাওয়ার অন্যতম প্রধান কারণ শিকারের অভাব আর শকুনের বাসভূমি পালটানো।彼女の最初のつぶやきから数分後、Valeriaはコンドルの日の大切さについてつぶやいている:
7পাঁচটি ল্যাটিন আমেরিকার দেশের প্রতিক হচ্ছে আন্দেজের শকুন, আর ইকুয়েডরের কোট অফ আর্মসে এর চিহ্ন অন্তর্ভুক্ত।乱獲や生息地の変化が、コンドルが「ほぼ」絶滅状態である主な理由。
8ক্যাথারটিডা পরিবারের সদস্য এই শকুনকে পশ্চিম গোলার্ধে সব থেকে বড় উড়ন্ত পাখি বিবেচনা করা হয়।アンデス・コンドルは、南米5ヶ国で国のシンボルであり、エクアドルの国章では中心的シンボルである。
9এর আকার ১ মিটার ৩৫ সেমি লম্বায়, ডানা পুরো খুললে ৩ মিটার পর্যন্ত পৌঁছায় আর ওজন ১০ থেকে ১৫ কিলোগ্রামের মধ্যে।コンドルは、コンドル科に属し、西半球の飛ぶことのできる陸鳥の中でももっとも大きい。
10কন্ডোর নামে এই আন্দেজ শকুনের আয়ু ৫০ থেকে ৭৫ বছর।全長1メートル35センチ、両翼を広げると端から端までは3メートルにも及び、体重は10キロから15キロ、50年から75年生きる。
11কন্ডোর শব্দটা এসেছে কিচোয়া ভাষার ‘কন্ডুর‘ থেকে যার মানে আন্দেজের শকুন; বৈজ্ঞানিক নাম হল ভালচার গ্রাইফাস।「コンドル」という名は、アンデスのハゲワシという意味のケチュア語の「Condur」に由来する。
12নামেই বোঝা যায়, বিশাল এই পাখি আন্দেজ পর্বতমালার চূড়ায় থাকে।学名はVultur gryphus。
13ওতাভালোর কুরি লোমায় পাখির সংরক্ষণাগার পার্কে একটি কন্ডোর।名前が示すように、この大鳥は、アンデス山頂に生息する。
14ছবি এরিক শ্মাটেনমায়ার এর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত।オタバロ、クリ・ロマの保護公園で飼育されているコンドル。
15ধারণা করা হয় যে পৃথিবীতে মাত্র ৫০ থেকে ৭০টি কন্ডোর বেঁচে আছে, কিন্তু কৃষি বা পরিবেশ মন্ত্রণালয় কারো সাইটেই এই ব্যাপারে বিশেষ তথ্য নেই কন্ডোরের অবস্থান বা কিছু বেসরকারী সংস্থা একে রক্ষার জন্য যে প্রকল্প নিয়েছে সেই বিষয়ে।写真:Eric Schmuttenmaer クリエイティブ・コモンズ・ライセンスにもとづいて使用
16আন্দেজ শকুনের জাতীয় দিবসের আগে, ইকুয়েডরের একজন সাংবাদিক এই বিষয়ে দীর্ঘ একটা প্রতিবেদন লিখেছিলেন।現在生息しているのはわずか50~70羽ほどと推定されているが、農業省と環境省のウェブサイトには、コンドルについての目立った情報もなく、民間団体が行っているコンドル保護プロジェクトについての情報もない。
17গঞ্জালো অরটিজ ব্যাখ্যা করেছেন কিভাবে বেশ কয়েকটা বুলেট দেহে নিয়েও কন্ডোররা বেঁচে থাকে; তিনি সরকারকে দোষারোপও করেছেন কন্ডোরদের বাঁচানোর ব্যাপারে প্রচেষ্টা যথাযথ না করার:コンドルの日の前に、エクアドル人ジャーナリストがこの問題について長い記事を書いている。 Gonzalo Ortizは、 コンドルが散弾や銃弾が体内にあっても生きることができると説明し、政府がコンドル保護の取り組みを適切に対処していないことを批判している:
18এই রাজকীয় পাখিকে রক্ষা করার ক্ষেত্রে অতীতে নীতিমালা প্রনয়ণ করার ব্যর্থ প্রচেষ্টার জন্যে সরকারের অকার্যকরতা আর পরিবেশবাদী দলের নিজেদের মধ্যে শত্রুতাকে দায়ী করা হয়।政府の無能さと環境団体の間の競争対立が、アンデス山脈全域に広がる高高度の岩場を主な生息地とするこの荘厳な鳥を保護するための一貫した政策をいままで実行できなかった原因だ。 今年の7月7日に出された唯一の公式声明は、環境省が主導するアンデス・コンドル保護グループという国のシンボルを守るために現在取り組まれているプロジェクトについてだった [es]。
19এই শকুনদের মূল বাসভূমি হল আন্দেজ পাহাড়ের উঁচুতে পাথুরে স্থান।このグループの目的は、コンドルが生息する特定地域の保護である。
20গত ৭ ই জুলাই উদযাপনের একমাত্র সরকারী বার্তা ছিল পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় এই প্রতীককে রক্ষার জন্য চলতি একটা প্রকল্প: জাতীয় আন্দেজ শকুন রক্ষা দল সম্পর্কে তথ্য দিয়ে।この様な地域には、カヤンベ、コカ、アンティサナ、プルラウア、コタカチ、カヤパス、そしてコトパクシなどがある。
21এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কন্ডোরদের নির্দিষ্ট কিছু আবাসিক এলাকা সংরক্ষণ করা।このプロジェクトについてもっと情報を提供するために、ウェブサイト [es] -現在、工事中- 立ち上げされた。
22এইসব এলাকার মধ্যে আছে: কায়াম্বে, কোকা, আন্তিসানা, পুলুলাহুয়া, কোটাকাচি, কায়াপাস আর কোটাপাক্সি।政府による介入がないために、他の団体が子どものコンドルの保護と繁殖に取り組んでいる。 コンドルは一生を同じつがいで過ごし、メスは2年に一度しか卵を産まないため、成鳥がアンデスの山々を飛びまわるまでは時間がかかるのだ。
23このような団体には、 エクアドル動物学財団(Zoological Foundation of Ecuador) [es]、コンドル基金、Simbioe 基金、AGATO コミュニティ [es]、 コンドル・ウアシ リハビリテーション・プロジェクトなどがある。
24এই প্রকল্প ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দেয়ার জন্য স্থাপিত হয়েছে (নির্মীয়মাণ) একটি ওয়েবসাইট।エクアドルを訪れる外国人は、コンドルを見ると驚く。
25সরকারী হস্তক্ষেপের অভাবে, কিছু বেসরকারী সংস্থা কাজ করছে বাচ্চা কন্ডোরের বাচ্চাকে সংরক্ষণ আর বড় করার ব্যাপারে সাহায্য করতে।今年はじめ、プルラウア地質植物保護区にあるPululahua Hostalのオーナーは、彼の家の近くにコンドルが来たことをきっかけに、ブログを立ち上げることにした。
26যেহেতু কন্ডোররা বহুগামী নয় আর কন্ডোর স্ত্রীরা প্রতি দুই বছরে একবার ডিম পাড়ে, তাই পূর্ণবয়স্ক কন্ডোরকে আন্দেজ পাহাড়ে উড়তে দেখতে সময় লাগে।彼は、Vultur gryphus (コンドル)の堂々とした姿を写真で紹介したり、彼のプルラウアでの経験について詳しく書いている。
27এই সংস্থাগুলোর মধ্যে আছে ইকুয়েডরের জুলজিকাল ফাউন্ডেশন, কন্ডোর ফাউন্ডেশন, সিম্বিও ফাউন্ডেশন, আগাতো কমিউনিটি আর কন্ডোর হুয়াসি পূনর্বাসন প্রকল্প।私たちは、自然愛好家、エコロジスト、バードウォッチャー、山荘オーナーになりました。
28বিদেশী পর্যটকরা যারা ইকুয়েডরে বেড়াতে আসেন তারা কন্ডোর দেখে ঘাবড়িয়ে যান।そして、毎日新しいことを発見しています。
29বছরের প্রথম দিকে, পুলুলাহুয়া হোস্টেলের মালিক তার বাড়ির কাছে পুলুলাহুয়া জিওবোটানিকাল সংরক্ষণাগারে কন্ডোরদের আগমনে উদ্বুদ্ধ হয়েছিলেন আর সিদ্ধান্ত নেন একটা ব্লগ শুরু করার।とても美しい花、ラン、鳥、哺乳類、そして人びとに驚かされています。[ …]
30তিনি ছবির মাধ্যমে এই ভালচার গ্রাইফাসের মহত্ব দেখান, আর পুলুলাহুয়াতে তার অভিজ্ঞতার কথা লেখেন:昨日、私たちはまた、アンデス・コンドルがやってくるという新しい幸運に恵まれました。
31আমরা প্রকৃতি প্রেমিক, পাখি বিশেষজ্ঞ, লজের মালিক হয়েছি, আর প্রতিদিন আমরা নতুন কিছু খুঁজে পাই।うちの裏庭から見え、写真を撮ることができました。
32আমরা খুব সুন্দর ফুল, অর্কিড, পাখি, স্তন্যপায়ী আর মানুষ দেখে বিস্মিত হই. […]この出来事によって、プルラウアとエクアドルの美しさを伝えるために、鳥に特化した新しいブログを立ち上げることを思いつきました。
33গতকাল আমরা নতুন একটা আশীর্বাদ পেয়েছি আন্দেজের কোন্ডোরের আগমনের ফলে আর এটাকে আমাদের বাড়ির পিছন থেকে দেখতে আর ছবি তুলতে পারছি।Abe in Ecuador のブロガーは、コンドルが飼育されリハビリをするコンドル・パーク[es]を訪れ、コンドルの写真を撮った。
34এটা আমাকে উদ্বুদ্ধ করেছে নতুন এই ব্লগ শুরু করার জণ্যে যেটা এই শকুনের প্রতি বিশেষভাবে নিবেদিত যাতে আমরা পুলুলাহুয়া আর ইকুয়েডরের সৌন্দর্য তুলে ধরতে পারি।彼はこう書いている: コンドルを見られて素晴らしかった。
35আবে ইন ইকুয়েডর ব্লগের লেখক কন্ডোর পার্কে গিয়েছিলেন, যে সংরক্ষণাগারে কন্ডোররা থাকে আর বংশবৃদ্ধি করে, আর তাদের কিছু ছবি তুলে পোস্ট করেছেন।たとえ、柵の中にいてもだ。
36তিনি সাথে লিখেছেন:私が今まで見た鳥の中で、一番大きい。
37আন্দেজের শকুনদের দেখা বিস্ময়কর ছিল …আমার দেখা সব থেকে বড় পাখি, যদিও তারা একটা স্থানে আটক ছিল।公園内には、他の猛禽類がいた。
38অন্য কয়েকটা শকুন পার্কে ছিল আর আমি তাদেরও ছবি অর্ন্তভুক্ত করেছি।いくつか写真を紹介する。
39নীচে কিটোর গুয়াইল্লাবাম্বা চিড়িয়াখানার একটা ভিডিও আছে ইকুয়েডরের এই জাতীয় প্রতীককে রক্ষার প্রচারণাসহ: ”এই বিশাল পাখির মূল শত্রু হল মানুষের অজ্ঞতা।“下は、キトにあるグアイジャバンバ動物園からの、エクアドルのシンボルを救うためのビデオキャンペーン。  “コンドルの最大の敵は、人間の無知。”