# | ben | jpn |
---|
1 | প্যালেস্টাইন: আরাফাতের মৃত্যু উদঘাটনের প্রশ্ন নিয়ে তথ্যচিত্র | パレスチナ: アラファトの死に疑惑のドキュメンタリー |
2 | ২০১২ সালের ৩রা জুলাই খবরের চ্যানেল আল জাজিরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু উদঘাটন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছে। | 2012年7月3日、中東の衛星テレビ局アルジャジーラが、パレスチナ暫定自治政府ヤセル・アラファト前議長の死の謎を調査するドキュメンタリーを 放送した。 |
3 | ২০০৪ সালের ১১ই নভেম্বর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন এবং ঐ তথ্যচিত্রে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে নয়, আরাফাত পোলনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। | アラファトは2004年11月11日にパリで死亡した。 ドキュメンタリーでは、アラファトは自然死ではなく放射線物質ポロニウムによる毒殺であると断言している。 |
4 | এই তথ্যচিত্র প্রকাশের আগে ও পরে, অনেক ফিলিস্তিনি টুইটার ব্যবহারকারী এ সম্পর্কিত প্রমাণ নিয়ে তাদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়া জানিয়েছেন। | 多くのパレスチナツイッターユーザーが、ドキュメンタリー放送中や放送後に、番組が示した証拠に対する、意見や反響をツィートした。 大多数は、アラファトが毒殺されたという疑惑には驚かなかった。 |
5 | অধিকাংশই আরাফাতকে বিষ প্রয়োগ করার অভিযোগে বিস্মিত হন নি, অনেকেই কিছু একটাকে নির্দেশ করেছেন। | ずいぶん以前から多くの人がこの件を取り沙汰してきたからだ。 しかし、ポロニウムが毒殺に使用されたというのは新情報だった。 |
6 | যাহোক, অভিযোগের নতুন ব্যাখ্যা হল পোলনিয়াম ব্যবহার। | ダボス世界経済フォーラムのアラファト、2001年1月。 |
7 | ২০০১ সালের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে ইয়াসির আরাফাত। | 写真はRemy Steineggerによる(CC BY-SA 2.0)。 |
8 | ছবি রেমি স্টেইনেগারের সৌজন্যে (CC BY-SA 2.0). | @ThisIsGaZa:ガザのツイッターユーザーはこうツイートしている。 |
9 | নয় মাস তদন্ত করে প্রেসিডেন্ট আরাফাতের [মৃত] দেহে বিষাক্ত পোলনিয়ামের অস্তিত্ব পেয়ে আল জাজিরা আরাফাতের মৃত্যু নতুন করে উদঘাটন করেছে। | @ThisIs GaZa:アルジャジーラは、アラファトの死後9ケ月にわたる調査により、故アラファト前議長が身につけていたものから、強い毒性のポロニウム放射線物質が発見されたという新事実を明らかにした。 |
10 | এবং আমি বলেছিঃ | 私はこうコメントする。 |
11 | সবাই ভাবছে আল জাজিরার তথ্যচিত্রে নতুন কি তথ্য দেয়া হয়েছে, যখন পুরো জাতি জানল যে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগ করা হয়েছিল। | @olanan:誰もが毒殺に関して知っているというのに、このアルジャジーラによるドキュメンタリーが提供した情報の何が新しいと言えるのだろうか。 |
12 | নতুন প্রমাণটি কি, যা আগে কেবল গুজব ছিল। | ただの噂だったものが証拠となって出てきただけだ。 |
13 | অনেক ফিলিস্তিনিরই প্রশ্ন তথ্যচিত্রটি এখন কেন প্রচারিত হচ্ছে, এবং এর ব্যাখ্যা হিসেবে ষড়যন্ত্রকে বোঝানো হচ্ছে। | 多くのパレスチナ人は、なぜ今このドキュメンタリーが放送されたのか、なぜ毒殺を陰謀説を用いて説明したのかを疑問に思っている。 |
14 | টুইটার ব্যবহারকারী মজিদ বলেনঃ | ツイッターユーザーMajdはこう返信した。 |
15 | ইয়াসির আরাফাতকে হত্যার জন্য আট বছর ধরে যারা ষড়যন্ত্র করেছিল সত্য অনুসন্ধানকারীদের উদ্দেশ্যে তাদের “সন্দেহপ্রবণতা” বিরক্তিকর। | @majds:8年間もアラファト暗殺の事実を隠していた人たちが、真実が明らかになった途端に「何で今の時期に突然? 疑わしい!」 |
16 | ইয়াসির আরাফাতের সমাধি। | と言うのは頭にくる。 |
17 | ছবি মেরি-ক্যাথরিন রিমের সৌজন্যে (CC BY-NC 2.0). | アラファトの墓。 |
18 | নূর আবেদ আল জাজিরা ও এর মাধ্যম সম্পর্কে তার বিরূপ মনোভাব লুকাননি, কিন্তু তিনি তথ্যচিত্রটির জন্য প্রশংসা করেছেনঃ | Mary-Katherine Reamによる写真(CC BY-NC 2.0)。 |
19 | আমরা সবাই জানি যে অন্য যে কোন চ্যানেলের মত আল জাজিরারও এক এজেন্ডা আছে, যার প্রত্যেক কর্মকান্ডের পেছনে কোন না কোন কারণ ও লক্ষ্য রয়েছে, কিন্তু আরাফাতের মৃত্যু নিয়ে সেটি যা প্রকাশ করেছে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। | Nour Abedはアルジャジーラに対しての嫌悪は隠さなかったが、ドキュメンタリーに対しては賞賛した。 @NourGaza:アルジャジーラも他の放送局と同じで、何か新しい行動を起こす度に、その背景には意図された理由と目的がある。 |
20 | ডায়না আলজির আরো উত্তরের অপেক্ষায় রয়েছেনঃ | けれども、アラファトの死に関する新情報が発見されたことは否定できない。 |
21 | @মানারারাম: আমি পরবর্তী যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি তা হল “কে আরাফাতকে হত্যা করেছে?” | Diana Alzeerはさらに答えを求めている。 @ManaraRam: 次に答えて欲しい質問は「一体だれがアラファトを殺したのか?」 |
22 | ইসমায়েল মোহাসেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ করে টুইট বার্তা করেছেনঃ | だ。 Ismaeil Mohaisenはパレスチナ政府に対していくつもの非難をツィートした。 |
23 | আমরা এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্যের অপেক্ষায় রয়েছি। | @IsmaeilFadel: パレスチナ政府からのコメントを引き続き待っている。 |
24 | বিশেষ করে তথ্যচিত্রটি নির্দিষ্ট কয়েকজনের জড়িত থাকার কথা নির্দেশ করেছে। | 特に、ドキュメンタリーでは、この問題に関与している人々が示唆されているからだ。 彼らが関与しているのは間違いない! |
25 | তাতে কোন সন্দেহ নেই! | 同じような意見をRami Khraisがツィートした。 |
26 | একই সুরে, রামি খারিস টুইটবার্তায় বলেছেনঃ | @Abuelrim: パレスチナ政府にとって大きな打撃になる。 |
27 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল - স্বামীর বিষক্রিয়ার উপর সুহা আরাফাতের তদন্তের অনুরোধের পরে - প্রতিবেদন পাওয়া যায় যে তার মৃত্যুর পর কোন [সরকারি] তদন্ত হয় নি। | 妻スーハは、夫の遺品に残る毒物の調査を依頼していることに加え、番組ではアラファトの死後、何ら調査が行われてこなかった点が指摘されている。 ドキュメンタリーは、スーハ夫人が、パレスチナ政府に調査を継続して行うために、亡き夫の遺体を掘り起こして調査するように求めているところで終わっている。 |
28 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাতের তার মৃত স্বামীর দেহ উত্তোলন করে তদন্তের অনুরোধ দ্বারা তথ্যচিত্রটি শেষ হয়। | アッバスパレスチナ自治政府議長は、遺体を調査しないという理由は「何もない」としている。 私たちは今後どうなるのかを見守っている |
29 | প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরাফাতের দেহবশেষ কেন উত্তোলন করা হবে না তার কোন “কারণ দেখে নি”। | http://pt.globalvoicesonline.org/? p=25165 |
30 | পরবর্তীতে কি হবে তা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। | 校正 Mayuko Alamillo |