# | ben | jpn |
---|
1 | কোস্টা রিকা: ক্যান্সার রোগী তার চড়াই উতরাই আলোচনা করছেন | コスタリカ: がん患者、悲しみと喜びを共有 |
2 | অজ্ঞাতনামা একজন ৪৫ বছরের কোস্টা রিকান সম্প্রতি একটি ভয়ানক খবর পেয়েছেন, আর ঠিক করেছেন যে তার পরিবারের কাছে এটি পৌঁছানোর আগে ব্লগের মারফত তা সমগ্র বিশ্বের কাছে তুলে ধরবেন। তিনি শুরু করেছেন এভাবে: | 45歳匿名のコスタリカ男性は、最近驚きの知らせを受け、家族と共有する前に、ブログを通してそのニュースを家族より先に世界と共有することにした。 |
3 | Como lo hago desde hace varios años, alrededor de la fecha de mi cumpleaños me hago un chequeo médico general. El viernes me confirmó el médico que en las radiografías de los pulmones apareció una mancha que definitivamente es un cáncer de pulmón. | 何年間もやってきたように、誕生日の近くに総合検診を受けました。 |
4 | Nunca he fumado, más que en un período de rebeldía cuando tenía dieciséis años. যেমন বেশ কিছু বছর ধরে করছি, আমার জন্মদিনের কাছাকাছি সময় আমি একটা সাধারণ ডাক্তারী পরীক্ষা করাই। | 先週の金曜日、医師が私の肺のX線写真に斑点を見つけました。 |
5 | গত শুক্রবার, ডাক্তার আমার ফুসফুসে একটি দাগ দেখতে পান যা এক্সরেতে দেখা যাচ্ছিল। | 私は反抗期だった16歳のころ以外は、タバコをすったことがありません。 |
6 | আমি কখনও ধুমপান করিনি শুধু বিপ্লবের সময় ছাড়া যখন আমার বয়স ১৬ বছর ছিল। দিয়ারিও দো উন অঁফারমো দো ক্যান্সার বা একজন ক্যান্সার রোগীর ডাইরি নামক এই ব্লগে দেখা যায় সাম্প্রতিক ক্যান্সার সনাক্ত হওয়া একজন ব্যক্তির সংগ্রাম, যার সাথে আছে এই খবর দেয়ার পর তার পরিবারের প্রতিক্রিয়া(স্প্যানিশ ভাষায়): | Diario de Un Enfermo de Cáncer (がん患者の日記) [es]という名のこのブログには、告知した時の家族の反応などを含め、最近がんと診断されたこの男性の苦悩が綴られている。 |
7 | Ayer me armé de valor y les conté a mi esposa e hijos que tengo cáncer. | 妻は模範的な女性です。 |
8 | Las acciones de la Scott Paper de seguro van a subir, de la cantidad de Kleenex que usamos. Mi esposa es una mujer ejemplar. | 勇敢で、世界中が愛する優しい性格も持ち合わせています。 |
9 | Valiente, a pesar de esa suavidad de carácter por la que todo el mundo la quiere. Aunque derramó algunas lágrimas, se mantuvo ecuánime y nos infundió valor a todos. | 彼女は、涙を流しながらも冷静を保ち、皆に勇気を与えてくれました。 |
10 | Está segura de que podemos vencer al cáncer, así en plural, entre todos. No podemos darnos por vencidos. | 彼女は、私たちはがんに打ち勝つことができると信じています。「 |
11 | Como a mi me gusta mucho el futbol, me dice que terminó el primer tiempo 0-1, pero aún tenemos otros 45 minutos para remontar el marcador. | 私たちみんな」という複数形で。 |
12 | আমার স্ত্রী উদাহরণ দেয়ার মতো মহিলা। | 打ちひしがれてはいけないのです。 |
13 | সাহসী, এমনকি চারিত্রীক নমনীয়তাসহ যা পুরো পৃথিবী ভালোবাসে। যদিও সে কেঁদেছে, সে শান্ত থেকে সবাইকে সাহস যুগিয়েছে। | 私はサッカーが好きなので、彼女は、前半は0-1で終わったけど、まだ点を取り戻すのに45分残っていると言いました。 |
14 | সে নিশ্চিত যে আমরা ক্যান্সারকে পরাজিত করতে পারব, এই ভাবে সবাইকে নিয়ে, আমরা সবাই। আমারা পরাজিত এটা মনে করা চলবে না। | ブログはつい最近開設されたばかりなのにもかかわらず、すでに多くの幸運を祈る人びとや男性の診断に気遣った人びとの関心を引きつけている。 |
15 | যেহেতু আমি ফুটবল পছন্দ করি তাই সে মাকে বলেছে যে প্রথমার্ধ ০-১ এ পিছিয়ে শেষ হয়েছে, কিন্তু আমাদের হাতে এখনো ৪৫ মিনিট আছে ফলাফল বদলে জিতে যাওয়ার জন্যে। | |
16 | যদিও এই ব্লগ কিছুদিন আগে শুরু হয়েছে, ইতোমধ্যে তার বেশ কিছু শুভাকাঙ্খী পাঠক তৈরি হয়েছে যারা লোকটার চিকিৎসা নিয়ে বেশ চিন্তিত। | 彼は金曜日の手術前にもう一度投稿し、最悪の場合のために、彼の妻に家計のことについ教えなければならないと言っている。 |
17 | শুক্রবার তার অস্ত্রপ্রচারের আগে তিনি আর একবার লিখেছেন, যে তাকে তার স্ত্রীকে বাড়ীর অর্থনৈতিক ব্যাপারগুলো শেখাতে হবে খারাপ কিছু মোকাবেলার জন্য। | |
18 | তার সর্বশেষ লেখা মৃত্যুর সম্ভাবনা নিয়ে চিন্তা করার একটা সুযোগও বটে। | しかし、最新のエントリーは死の可能性についてじっくり考える機会でもあった。 |
19 | তিনি মরে যেতে ভয় পাচ্ছেন না কিন্তু কি হারাবেন তাতে ভীত: | 彼は死を恐れていないが、彼が逃すであろうことが気がかりだ: |
20 | Lo que si me preocupa es no vivir lo suficiente como para “ver el final de la película”. Mis hijos están muy chiquillos, y son lo mejor que me ha pasado en la vida. | 私が心配なのは、「映画の最後」を見るまで生きられないことです。 |
21 | Tal vez soy egoísta, pero no quiero perderme un día de sus vidas. Quiero seguir disfrutándolos, quiero seguir riéndome con sus ocurrencias, babearme con sus talentos, en fin, quiero seguir presente en sus vidas. | 私の子どもたちはまだ幼く、彼らは私の人生の中で最高の授かり物です。 |
22 | আমাকে যা চিন্তিত করে তা হলো ‘চলচ্চিত্রের শেষ পর্যন্ত' দেখার জন্য বেঁচে না থাকা। | もしかしたら私は自分勝手なのかもしれませんが、彼らの人生の一日たりとも逃したくないのです。 |
23 | আমার বাচ্চারা এখনো খুব ছোট, আর আমার জীবনের সবচেয়ে পরম সম্পদ তারা। হয়তো আমি স্বার্থপর, কিন্তু আমি তাদের জীবনের একটা দিনও হারাতে চাই না। | 彼らと楽しんで、彼らの気の利いた言葉に笑い、その才能に圧倒されたい。 |
24 | আমি তা উপভোগ করে যেতে চাই, আমি তাদের মজার কথায় হাসতে চাই, তাদের গুণে উদ্ভাসিত হতে চাই। | つまり、私は彼らの生活の中に存在したいのです。 |
25 | মানে, আমি তাদের জীবনে সর্বদা উপস্থিত থাকতে চাই। | 見出し写真: Midiman |