# | ben | jpn |
---|
1 | ব্রাজিল: গৃহহীনদের কাছে বই পৌঁছে দিচ্ছে বাইসাইকেল | ブラジル:自転車、ホームレスへ本を運ぶ |
2 | ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়,এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা [পর্তুগীজ]। | 良いアイディアというのは様々な壁を乗り越えるものだというならば、ここで紹介するのは、それを自転車によって成し遂げた例だ。 |
3 | এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় । | すなわち、Bicicloteca [pt]、ブラジル・サンパウロの街中に小さな図書館を運ぶ自転車によってである。 |
4 | এই প্রকল্পটি রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার জন্য একটি সৃষ্টিধর্মী এবং গতিশীল প্রচেষ্টা। | このプロジェクトは、特に路上生活者に読書を促すための創造的かつ力強い手段だ。 なぜなら図書館は普通、本を貸し出すために身分証明書と住居証明書、つまり、ホームレスたちが持っていない書類を要求するためだ。 |
5 | কারণ একজন পাঠককে গ্রন্থাগার থেকে বই ধার নিতে গেলে সাধারণত ব্যক্তিগত পরিচিতি এবং বাসস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন হয়, যা এই গৃহহীনদের নেই। | Biciclotecaの取り組みはこのような差し迫った必要性から生じ、サンパウロの住民、メディア、企業からも支援を得てきた。 2012年8月現在で、本の貸し出しと読書の奨励を始めて1年になる。 |
6 | সাও পাওলোতে বিচ্চিলোতেচা। | サンパウロ大聖堂前のBicicloteca。 |
7 | ছবি ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির তোলা। | GreenMobility撮影。 |
8 | সিসি বাই-এনসি ২. | Flickrから。( |
9 | ০। বিচ্চিলোতেচার চালকের নাম রবসন মেন্দনচা নামের একষট্টি বছর বয়সী এক গ্রন্থাগারিক, যিনি সাওপাওলোর রাস্তায় বসবাস করতেন। | CC BY-NC 2.0)) |
10 | জর্জ অরওয়েল রচিত অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি পড়ে তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। | Biciclotecaに乗るのはRobson Mendonça、かつてサンパウロの路上で暮らしていた61歳の図書館員だ。 |
11 | তিনি বিশ্বাস করেন পাঠাভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়। | ジョージ・オーウェルの小説、『動物農場』 を読んだことが、彼が変わるきっかけになった。 |
12 | রবসন মেন্দনচা এই পথটি উন্মুক্ত রেখেছেন যেন অন্যরা তা অনুসরণ করতে পারে, সেজন্য তিনি ওচাস (ওচাস [পর্তুগীজ]) পত্রিকা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় বেড়িয়ে পড়েন। | その経験は彼の物の見方を変化させ、読書は人生を変えるということを立証した。 Robson Mendonçaは他の人々が彼の後に続けるよう、読書によって人生を変えるという道を開き続けている。 |
13 | বিষয়টি নিয়ে অন্য একটি পোস্ট এবং মেন্দনচা ও গৃহহীনদের সমর্থক হাজারো মানুষের নেতৃত্বে পরিচালিত মভিমেন্ত এস্তাদুয়াল দা পপুলাচাও এম শিতুয়াচাও দে রুয়া [গৃহহীনদের জন্য জাতীয় আন্দোলন] এ ইতঃপূর্বে আলোচিত হয়েছে। নীচের ভিডিওতে সাও পাওলোয় বিচ্চিলোতেচার কার্যক্রম দেখা যাচ্ছে: | Ocas [pt]という雑誌(以前の記事ですでに取り上げられている)を販売する人々と共に路上へ出たり、自身が代表を務め、数千人のホームレスを支援しているMovimento Estadual da População em Situação de Rua (ホームレスのための州民運動、の意味)を通じて活動したりしているのだ。 |
14 | এই উদ্যোগটি ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ (আইভিএম, পরিবেশবান্ধব পরিবহণ সংস্থা) নামক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচির অংশ। | 次の 映像[pt] は、サンパウロで活動中のBiciclotecaの様子だ。 |
15 | আইভিএম একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যা শহরের জন্য বিকল্প ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। | この取り組みは、 Instituto Mobilidade Verde[pt] (IMV、緑の交通協会)の活動の一環である。 |
16 | সংস্থাটির সভাপতি লিঞ্চলেন পাইভা ইমেইলে উদ্যোগটি কীভাবে শুরু হলো, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন: | IMVは非営利のNGOで、従来の方法に代わる、持続可能な都市向けの交通手段というテーマに取り組んでいる。 |
17 | বিচ্চিলতেচা বিশ্বের বিভিন্ন স্থান থেকে উঠে আসা একটি স্বাধীন আন্দোলন, যার উদ্দেশ্য যথাসম্ভব সস্তায় ও সহজে সেই স্থানে পৌঁছানো যেখানে প্রথাগত গ্রন্থাগার পৌঁছাতে পারে না। | 代表のLincoln Paivaは、Eメールの中で、この活動が始まったきっかけを次のように振り返っている。 |
18 | গৃহহীনদের জন্য বিচ্চিলতেচা জন্ম হয়- রবসন মেন্দনচার সঙ্গে আমার আলাপের পর। | Biciclotecaは世界の各地で別々に始まった活動でした。 |
19 | রবসন মেন্দানচা একজন ভূতপূর্ব রাস্তাবাসী মানুষ, যে ‘অ্যানিম্যাল ফার্ম' উপন্যাসটি পড়ার রাস্তায় বসবাস ছেড়ে দেয়। | 目的は、従来の図書館が行けない場所へ行くこと、そして、それをできるかぎりシンプルで安上がりな方法で行うということです。 |
20 | ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রথম বিচ্চিলোতেচাটি দান করে, বাকিগুলো এসেছে বিভিন্ন ব্যক্তিগত অনুদান থেকে। | ホームレスのためのBiciclotecaは、元路上生活者で、『動物農場』を読んだ後に路上生活を脱したRobson Mendonçaとの話し合いの後で生まれました。 |
21 | একবছরের মধ্যে বিচ্চিলতেচা ১০৭, ০০০ টি বই কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ঋণ দিয়েছে এবং আরো ৩০,০০০ বই সংগ্রহে যোগ করতে যাচ্ছে। | 協会が最初の1台を寄付し、続いて他のBiciclotecaが民間から寄付されました。 |
22 | বর্তমানে ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রকল্পটি তত্ত্বাবধান করছে, পাশাপাশি এই প্রকল্প গ্রহণে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোর কাছে তা পৌঁছে দেবার জন্য কাজ করে যাছে। | 1年の間に、Biciclotecaは3万冊を超える蔵書を活用しながらお役所的な手続きなしに10万7千回を超える貸し出しを行った。 現在、IMVはこのプロジェクトに加え、Bicicloteca導入に興味を持つ他のNGOへの活動拡大も監督している。 |
23 | বিচ্চিলতেচা দৃষ্টিহীনদের ব্রেইল (অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতিতে ছাপা) বই ধার দেয়, জনবহুল চত্বরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন সড়কে (ঐতিহাসিক পদযাত্রা)'র অয়োজন করে। | なお、Biciclotecaは視覚障害者のための点字図書の貸し出し、公共スペースでの活動の支援、街路での歴史散歩 [pt] なども行っている。 |
24 | প্রকল্পের লোগো, ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির সৌজন্যে। | Biciclotecaのロゴマーク。 |
25 | সিসি বাই-এনসি ২. | GreenMobility、Flickrから。( |
26 | ০। এই কর্মসূচিগুলোর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, আইভিএম এবং বিচ্চিলতেচার এই উদ্যোগ পরিবেশ ও সংস্কৃতি বিভাগে টেকসই নাগরিক পুরস্কার ‘প্রেমিও চিদাদাও সুসতেনতাভে' [টেকসই নাগরিক পুরস্কার] এর জন্য মনোনয়ন লাভ করেছে, যা এর কাজের স্বীকৃতি স্বরূপ। | CC BY-NC 2.0) この活動はすべてプラスの効果を生んだ。 |
27 | এমনকি সেই দুঃসময়ে যখন কতিপয় মানুষের বিদ্বেষের কারণে উদ্যোগটি বন্ধ হবার উপক্রম হয়েছিল, তখনো সাওপাওলো শহর উদ্যোগটির প্রতি নিজের সমর্থন ও সন্মান প্রদর্শন করেছে। | 活動の真価が認められたことは、たとえばIMVとBiciclotecaの取り組みがPrêmio Cidadão Sustentável (持続可能な活動に対する市民表彰)[pt]の環境・文化部門にノミネートされたということが示している。 |
28 | ২০১১ সালের সেপ্টেম্বরে বিচ্চিলতেচা চুরি হয়ে যায়, কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টির গুরুত্বপূর্ণ প্রচার চুরি হওয়া উপকরণগুলো উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। | Biciclotecaの活動を中止に追い込みかねなかった不運な事態が起きた際も、サンパウロ市全体が友好と尊敬の念を示してくれた。 2011年9月、Biciclotecaが盗まれてしまったが、地元メディアの報道による大きな反響が機材を取り戻すのに一役買ってくれたのだ。 |
29 | কতিপয় মানুষের এই বিদ্বেষ, বিচ্চিলতেচা প্রেমীদের সংহতি আরো দৃঢ় করে তোলে, যার প্রতিফলন দেখা যায় মোভেরে তে। | この災難は、Movere[pt](オンラインのクラウドファンディングプラットフォーム)における出資者の募集に結びついた。 |
30 | এই মোভেরে একটি অন-লাইন জন-অর্থায়ন (ক্রাউড ফান্ডিং) কেন্দ্র। | 次の映像は、2台のBiciclotecaを作るための12,000レアルを募るために使われた。 |
31 | নিচের ভিডিও চিত্রটির মাধ্যমে দুটি বিচ্চিলতেচা তৈরির জন্য প্রয়োজনীয় ১২ হাজার রেয়াইস সংগ্রহ করা হয়: | 活動は発展し続けており、現在、Biciclotecaは行くところすべてに太陽光発電による無料のインターネット接続設備 [pt]を運んでいる。 |
32 | সৃজনশীল প্রয়াসের ধারাবাহিকতায় বিচ্চিলতেচায় যুক্ত করা হয় বিনামূল্যের সৌরশক্তি চালিত অন্তর্জাল সংযোগ যা বিচ্চিলতেচা সর্বত্র বহন করে। | ホームレスのためだけではない。 |
33 | এবং এটি শুধু গৃহহীনদের জন্য নয়, কোন বাধা ছাড়াই বিচ্চিলতেচা তথ্য-বিনোদন- সংস্কৃতি জগতে সাধারণ মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে। | Biciclotecaは大衆や労働者、学生たちのためにも、制限なしに、情報や娯楽、文化へのアクセスを民主化しているのだ。 |
34 | ব্রাজিলের যেখানেই বিচ্চিলতেচা যায় যেখানেই একটি বার্তা নিয়ে যায়- বই জীবন পরিবর্তন করতে পারে। | ブラジルにおいて、Biciclotecaは、本は人生を変えることができるというメッセージを行く先々に届けている。 |
35 | একই ধারণা নিয়ে ‘লাইব্রেরি উইদাউট বর্ডার' নামক একটি সংগঠন ঝুঁকি ও অভাবের মধ্যে থাকা হাইতির মানুষগুলোর জন্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যা এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ। | 同じようなアイディアにより、例えばLibraries Without Bordersは、地元民向けの移動図書館を設立し、危険にさらされて困窮しているハイチの人々が本を読めるようにしている。 世界には、図書館に関する創造的な取り組みの余地がまだ十分すぎるほどある。 |
36 | পৃথিবীতে গ্রন্থাগার সম্পর্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত সুযোগ রয়েছে। | この記事の校正は Kayo Isoda が担当しました。 |