# | ben | jpn |
---|
1 | গ্লোবাল লাইভস প্রোজেক্ট: ১০ জন লোকের জীবনের চিত্র একদিনের জন্য ধারণ করা | Global Lives Project:10人それぞれの1日の生活を記録 |
2 | গ্লোবাল লাইভস প্রোজেক্ট একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা চেষ্টা করেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দশজন লোকের জীবন ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করে তা ভিডিওতে ধারন করতে। | Global Lives Project は、世界各地で10人に密着し、彼らの行動を24時間ビデオに録画することで、彼ら生活を映し出そうと立ち上げられたグローバルな企画です。 |
3 | এই ২৪০ ঘন্টার ভিডিও চিত্র একসাথে একটি স্থাপনায় দেখানো হবে যেখানে একজন দশটি ভিন্ন কামরার ভিতর দিয়ে হেটে যেতে পারবে যেখানে একেকটিতে একেক জনের জীবনচিত্র দেখানো হবে আর একটি কেন্দ্রস্থলে ১০টি স্ক্রীনে সব একসাথে দেখা যাবে। | この240時間の記録は、10人の生活それぞれが上映されている10つの異なる部屋と、10つのスクリーンを同時に見ることができる中心の部屋を通って歩くことができる施設で同時に上映されます。 |
4 | এই ওয়েবসাইটে তাদের প্রকল্প উপস্থাপনা আছে যেখানে তারা বলছে যে তাদের লক্ষ্য কি, কি করে তারা তা অর্জন করতে চায় আর এই সম্পর্কে আরো তথ্য রয়েছে। | 以下、プロジェクトの目的やいかにしてその目的を達成するかなどプロジェクトに関するより詳細な情報を紹介します。 |
5 | তারা চেষ্টা করছে আমাদের গ্রহের বৈচিত্রতা তুলে ধরতে, যে কোন লোককে দেখানো যে অন্যদের জীবন কেমন, সবটুকু্ই দেখানো হয় কোন পান্ডুলিপি বা সম্পাদনা ছাড়া। | Global Lives Projectの目的は、他の人びとがどのように生活しているか、編集されていない台本なしの生活を紹介することで、世界の多様性を表現することです。 |
6 | এই ভিডিও শুধু প্রদর্শনীর সময় পাওয়া যাবে না, সবকিছূ অনলাইনে থাকবে, মানুষের অভিজ্ঞতার একধরণের অনলাইন ভিডিও বিশ্বকোষ হিসেবে। | 施設のみでなく、ビデオは人類の経験を記録したオンラインビデオの百科辞典として、オンラインでも上映される予定です。 |
7 | তারা এশিয়া, পূর্ব ইউরোপ আর আফ্রিকার ভিডিও নির্মাতা খুঁজছে, এবং খুঁজছে প্রদর্শক যারা ২০ মিটার আয়তনের এই প্রদর্শনী দেখাবে, খুঁজছে অনুবাদক আর বিনিয়োগকারী। | Global Lives Projectはまた、アジア、東ヨーロッパおよびアフリカ圏内のビデオ作成者、半径20メートルの展示が可能な施設の所有者、翻訳家および資金提供者も募集しています。 |
8 | তাদের ওয়েবসাইটে আরো তথ্য পাওয়া যাবে। | 詳細は、Global Lives Projectのウェブサイトでご覧になれます。 |
9 | এই পযন্ত সান ফ্রান্সিস্কোতে তারা একজন আমেরিকান কেবলকার চালককে নিয়ে আর একজন ব্রাজিলিয়ান সংগীতশিল্পী/ নগর পারমিট ইন্সপেক্টর এর উপর ভিডিও চিত্র তুলেছে, আর মালাউ এবং জাপানে একটি করে ভিডিওচিত্র। | 現在、マラウイと日本に加えサンフランシスコの米国のケーブルカー運転手とブラジルのミュージシャン/市の査察官の試作がご覧になれます。 |