# | ben | jpn |
---|
1 | একটি নতুন অনলাইন আগুন পর্যবেক্ষণ টুল দিয়ে কুয়াশার সাথে যুদ্ধ করছে ইন্দোনেশিয়া | インドネシア:煙害対策に新たなオンライン火災監視ツールを導入 |
2 | গ্লোবাল ফরেস্ট ওয়াচ-ফায়ার অনলাইন টুলের প্রধান পাতা দক্ষিণ পূর্ব এশিয়ায় দাবানলের ফলে ব্যাপক কুয়াশার সৃষ্টি হয় ও পশ্চিম ইন্দোনেশিয়ায় এটি ঘটে মূলত পাম তেল পোড়ানোর ফলে। | グローバル・フォレスト・ウォッチ・ファイヤーズ(GFW-Fires)のメインページ |
3 | এছাড়াও এই কুয়াশা দূষণ সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকেও দূষিত করে চলেছে, যেগুলো ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের কাছাকাছি অবস্থিত। | 東南アジア地域において煙害が毎年発生している。 |
4 | এই অঞ্চলটি দাবানলের ‘গ্রাউন্ড জিরো‘ হিসেবে পরিচিত। | その主な原因になっているのが、インドネシア西部における森林火災とオイルパーム・プランテーション開発のための野焼きである。 |
5 | বন ও ভূমি আগুন ঘটনায় অগ্নিনির্বাপক বা দমকলকর্মীরা যাতে দ্রুত সাড়া দিতে পারে সে জন্য একটি অনলাইন আগুন পর্যবেক্ষণ টুল তৈরি করা হয়েছে। | 煙による大気汚染は、インドネシアのリアウ州-森林火災の「グラウンドゼロ」-から程近い、隣国のシンガポールやマレーシアにまで及んでいる。 |
6 | এতে বাস্তব সময়ের তথ্য ব্যবহার করা হয়েছে। | 消防士たちが森林・土地火災に対して迅速に対応できるように、リアルタイム情報を利用したオンライン火災監視ツールが開発された。 |
7 | গ্লোবাল ফরেস্ট ওয়াচ-আগুন (জিএফডাবলু-আগুন) অনলাইন টুল “নাসার একটিভ আগুন সিস্টেম থেকে বাস্তব সময় উপগ্রহ তথ্য, উচ্চ রেজল্যুশনের উপগ্রহ চিত্র, গুরুত্বপূর্ণ পণ্যের যেমন পাম তেল এবং কাঠ সজ্জার ভূমি আচ্ছাদনের বিস্তারিত মানচিত্র এবং অনুমোদন, আগুনের কার্যকলাপ বোঝার জন্য আবহাওয়া পরিস্থিতি এবং বায়ুর গুণমান তথ্য” ব্যবহার করে। | オンラインツールであるグローバル・フォレスト・ウォッチ・ファイヤーズ(以下、GFW-Fires)は、「NASAのActive Firesシステムからのリアルタイム衛星データ、高解像度の衛星画像、土地被覆およびヤシ油や木材パルプ等の主要商品の生産許可地の詳細地図、気象状況や大気汚染度データなど」を利用して、「火災の状況を追跡する。」 |
8 | জিএফডাবলু-আগুন ক্ষতিকারক আগুন প্রতিরোধে মানুষের ক্ষমতায়ন করতে পারে। | GFW-Firesを活用することで、煙害を引き起こす火災が制御不能な規模になってしまう前に、より有効な対策を講じることが可能になる。 |
9 | যারা অবৈধভাবে বন পুড়িয়ে ফেলার জন্য দায়ী তাঁদের নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি উত্তম সহায়ক। | また、違法な野焼きを行った者の責任を追及することにもつながる。 |
10 | ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট, ডিজিটালগ্লোব, ইন্দোনেশিয়ান সরকার, গুগল, এবং ইসরি এই টুলটির উন্নয়নে কাজ করেছে। | GFW-Firesは、世界資源研究所(WRI)、デジタルグローブ社、インドネシア政府、グーグル社、Esri社によって開発された。 |
11 | এই অনলাইন মানচিত্রটির স্ক্রিনশট দক্ষিণপূর্ব এশিয়ার দাবানলের ক্ষেত্রগুলো দেখাচ্ছে। | 東南アジアにおける森林火災事例を示したオンライン地図のスクリーンショット |
12 | ফিউচারগোভ এর কাছে দেওয়া একটি সাক্ষাত্কারে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট এর আন্দিকা পুটরাডিটামা জিএফডাবলু-আগুন প্ল্যাটফর্মের স্বতন্ত্রতা এবং মান সম্পর্কে ব্যাখ্যা করেছেন: অতীতের অন্যান্য অগ্নি পর্যবেক্ষণ সরঞ্জামের সাথে তুলনা করলে দেখা যায়, জিএফডাবলু-আগুন একটি স্বতন্ত্র সিস্টেম। | 世界資源研究所(WRI)のAndika Putraditamaは、 FutureGov(訳注:アジア・中東の政治・教育・医療情報誌)でのインタビューで、GFW-Firesシステムの特徴と有用性について次のように述べている。 |
13 | এই সিস্টেমটি হটস্পট, বাতাসের দিক, জমির আকৃতি ও বৈশিষ্ট্য এবং অনুমোদন [বনজ লাইসেন্স] এর মতো তথ্যের সম্মিলন ঘটায়, যেখানে এগুলো সব একটিমাত্র প্ল্যাটফর্মেই পাওয়া যায়। | 今までにも火災監視ツールというものはあったが、GFW-Firesのように、火災発生場所、風向き、地形、コンセッション(訳注:この記事では「森林利用許可地」の意味)などの複数のデータを1つのコンピューターシステム上にまとめたものはなかった。 |
14 | জিএফডাবলু-আগুন সিস্টেমটি অগ্নিনির্বাপক বা দমকলবাহিনীকে আগুন লাগার পর সাড়া দেবার সময়সীমা ২০ ঘন্টা থেকে কমিয়ে দুই থেকে চার ঘন্টায় নামিয়ে এনেছে। | GFW-Firesによって、火災発生から消防士たちが対応するまでの所要時間が、20時間から2~4時間まで短縮されたと報告されている。 |
15 | স্যাটেলাইটের ছবিতে একটি জ্বলন্ত পাম তেল স্টেশন। | オイルパーム・プランテーションが燃えている様子を写した衛星画像 |
16 | নিগেল সিজার, জেমস অ্যান্ডারসন এবং জোশ উইনার আলোচনা করেছেন, কিভাবে ডিজিটাল গ্লোব চিত্রাবলী ব্যবহার করে বন ও ভূমির দাবানলের কারণ খুঁজে বের করা যেতে পারে: | ナイジェル・サイザー、ジェームズ•アンダーソン、ジョシュ・ワイナーは、森林・土地火災の原因究明における、デジタルグローブ社の衛星画像利用の有用性について次のように述べている。 |
17 | এই অতি-ক্ষমতাসম্পন্ন পদ্ধতিতে পাওয়া খুব উচ্চ রেজল্যুশনের উপগ্রহ চিত্র আমাদের দেয় দাবানলের গভীর চিত্র… আপনি এর মাধ্যমে আলাদা আলাদা করে প্রতিটি গাছ দেখতে পাবেন এবং এমনকি প্রজাতিও চিহ্নিত করতে পারবেন … এমনকি এতে সক্রিয় দাবানলের অগ্নিশিখার সাথে তাদের ধোঁয়া উদগত ধূম এবং সৃষ্ট কুয়াশা একসঙ্গে দেখা যায়। | スーパースペクトル、すなわち超高解像度で撮影可能な衛星からの画像を利用することによって、火災を検証する上での貴重な手掛かりを得ることができる。[ …]木々の一本一本、その種類まで判別することができる[…]火災の炎までが、鮮明に確認できる。 |
18 | খোলা তথ্য হিসাবে এই টুলটি এখন সক্রিয় এবং সহজে পাওয়া যাচ্ছে। | 立ち上がる煙とその行方と共に。 すでに森林火災と煙害は、地域の環境、経済、そして何百万人もの住民の健康に多大な被害をもたらしてしまった。 |
19 | আশা করা যায়, এই টুলটি দাবানল ছড়িয়ে পড়া রোধ ও কুয়াশা দূষণের মাত্রা কমিয়ে আনবে যা এই অঞ্চলের লক্ষ লক্ষ অধিবাসীদের পরিবেশ, অর্থনীতি এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন করেছে। | しかし、ようやくオープンデータとして利用可能なGFW-Firesが登場し、森林火災と煙害の拡大はかなり抑えられると期待されている。 校正:Naoko Mori |