# | ben | jpn |
---|
1 | আমেরিকা: জেল থেকে ব্লগিং | アメリカ:刑務所からブログを発信 |
2 | ভূতপূর্ব কয়েদী স্যাম স্ট্যানফিল্ড ইজিন আর্টিকেলস জেলের জীবনের সাথে অভ্যস্ত হওয়ার কিছু উপায় জানিয়েছেন যেমন বই পড়া, কার্ড খেলা বা নতুন কোন কাজ শেখা। | 本を読む・トランプで遊ぶ・新しいスキルを習得するなど、元受刑者のSam Stanfieldは刑務所行きに対処するさまざまな方法をEzine@rticleで提案している。 |
3 | তবে এখন আমেরিকা জুড়ে যেসব পূর্ণবয়স্ক কয়েদী আছে তাদের ১০০ জন মধ্যে ১ জন ব্লগিং করেও এখন সময় কাটাতে পারবেন - অন্তত বাইরে কম্পিউটার আছে এমন একজনের মাধ্যমে। | しかし、アメリカの成人のうち1%を占める受刑者にとって、もう一つの気晴らしはいまやブログを書くことだといえるかもしれない。 |
4 | জেল থেকে ব্লগিং ক্রমেই প্রচলিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। | コンピュータを使える外の人間を通せばよいのだ。 |
5 | শন এটউড | 刑務所からブログを発信するという現象はますます一般的になってきている。 |
6 | গত বছর শেষের দিকে, তিনি একটি চিঠি পান ‘যাবজ্জীবন' কারাদন্ড প্রাপ্ত রেনের কাছ থেকে। | Shaun Attwood 昨年末に、彼は無期刑囚のReneeから手紙を受け取った。 |
7 | তরুণী বয়স থেকে তিনি আরিজোনার একটা জেলে ৬০ বছরের সাজা ভোগ করছেন। | Renee はアリゾナの刑務所で禁固60年の判決を受けた。 |
8 | রেনে লিখেছেন যে তিনি কাজ করেন আর স্কুলে যান, আর অন্যান্য জেলের ঘটনাও ব্যাখ্যা করেন। | 十代という若さでだ。 Reneeは働きながら学校に通っていると書いている。 |
9 | “আপনি জিজ্ঞাসা করেছেন আমি চৌমিন (খাবার) এর ব্যাপারে কি ভাবি। | また、刑務所で起きたほかの出来事についても語っている。 |
10 | এটা আমাকে হাঁসিয়েছে। | 食事についてどう思うかと質問なさいましたね。 |
11 | আমি রান্না ঘরে খেতে পারিনা। | 笑うしかありませんよ。 |
12 | আমি দেখেছি তারা সুপ থেকে তেলাপোকা বের করে ফেলে দিয়ে তাই আবার পরিবেশন করছে। | キッチンで食べることなんてできません。 スープからごきぶりを取り出してそのままよそり続けるのを目にしてきました。 |
13 | আমি দেখেছি ট্রেগুলো উঠানে পড়ে থাকে আর পায়রারা তা থেকে খায়। | 庭にトレイが置かれていて、鳩があさっているのも。 |
14 | কাঁচা মুরগি খোলা পড়ে আছে। | 生の鶏肉がむきだしで横たわっているんです。 |
15 | আমি এতে মুষড়ে পরি।” | ゾッとします。 |
16 | শ্যানন পার্ক | Shannon Park |
17 | “আরিজোনার সাংসদ আর কর প্রদানকারীদের দেয়া সাধারণ বিশ্বাস আর তথ্যের বৈপরীত্যে এডিওসিতে সিও২ পদের কমতি আছে। | 世間一般に信じられていること、またアリゾナの議員や納税者に伝えられている情報とは反対に、アリゾナ矯正省ではCOII(Corrections Officer II の略で、看守の階級の一つ)は欠員が多い。 |
18 | এত কম যে একটা ইউনিটকে চালানোর মতো সংখ্যক প্রহরী রাখতে অন্য ইউনিট থেকে প্রহরী আনতে হয়। | 部署を動かし続けるために他の部署からガードマンを引っぱってきて必要最低限の人数を確保しなければならないほどだ。 |
19 | আর সাংসদরা বর্তমানে কাজ করছেন এডিওসির সিও২ এর সংখ্যা কমিয়ে ৬১৪ করাতে। | しかも議員たちはアリゾナ矯正省のCOIIを614名減らす手続きを行っている。 |
20 | বেশী ভীড়ের মধ্যে কর্মীর সংখ্যা কম থাকা ক্ষতিকর হতে পারে। | 過密状態なのにスタッフが足りないとひどいことがおきうる。 |
21 | বিশেষ করে এমন জায়গায় যেখানে মাদক, হতাশা, ক্ষুদা ও হিংস্রতা বিদ্যমান আর আসক্তরা বিশ্বাস করে যে তাদের হারানোর কিছু নেই।” | 特に麻薬や飢え、敵意、何も失うものなどないと信じている常習者だらけの場所では。 |
22 | পার্ক অন্য কিছু সেলের সদস্যদের কাজের বর্ণনা করেছেন যার মধ্যে হেরোইনসহ অন্যান্য মাদকের ব্যবহার আছে। | さらに Park はヘロインや他の麻薬の使用など、他の監獄のメンバーが関わった活動について語っている。 |
23 | তিনি বলেছেন কর্মীর অভাবে কয়েদীদের উপর নজর রাখা ও দেখাশোনা ঠিকমত হচ্ছে না। | 彼はスタッフの削減により監視の目が行き届かなくなっていると述べている。 |
24 | ফ্রেন্ডস অফ প্রিজনার্স ব্লগে সাম্প্রতিক একটা পোস্ট পাঠকদের কাছে আবেদন করেছে চারজন মানসিকভাবে অসুস্থ বন্দীর সাথে পেন ফ্রেন্ড (চিঠির মাধ্যমে বন্ধু) হওয়ার। | 「受刑者の友人の輪」(Friends of Prisoners)というブログは、最近の投稿で精神を病んだ四人の受刑者のペンパルになってほしいと読者に呼びかけている。 |
25 | এই চারজনের একজন উইস্কন্সিনের জেমস স্মাইশার যিনি লিখেছেন তাকে আলাদা করে রাখা হয়েছে: | そのうちの一人、ウィスコンシン州のJames Schmeisserは自分は隔離されていると書いている。 |
26 | “যারা খেয়াল করেন, ভালোবাসেন আর অন্যকে বোঝেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। | 気遣ってくれる方々、愛してくれる方々、理解してくれる方々、こんにちは。 |
27 | আমার বর্তমান অবস্থার কারনে আমি এই মুহুর্তে অনেক চাপে আছি। | 現在、わたしは現在の状況のせいで非常に追い詰められています。 |
28 | সপ্তাহে তিনদিন ২৪ ঘন্টা আর সপ্তাহে ৪ দিন ২৩ ঘন্টা একা থাকি আমি। | 週に三回24時間、四回23時間にわたって隔離されているのです。 |
29 | আমার কোন পারিবারিক অবলম্বন, মানসিক অবলম্বন, বন্ধুত্বের অবলম্বন ইত্যাদি নেই। | わたしには家族の助けも、精神的な支えも、友人の援助も何もありません。 |
30 | অনেক লোকের মতো আমি ভুল করেছি আর তার জন্য আমি আর আমার বাচ্চারা ভুগেছি আর আমি আসলে জানিনা কি করতে হবে। | 大抵の人と同じように、わたしは誤ちを犯し、わたしと子供たちは苦しみました。 |
31 | শয়তান সজাগভাবে আমার জীবনের সব কিছু ধ্বংস করছে। | どうして良いのか本当にわかりません。 |
32 | এর মধ্যে আমার ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা, আমার পিঠ আসলেই দেয়ালে ঠেকে গেছে আর আমি মানসিক, মনস্তাত্বিক আর শারীরিকভাবে কষ্ট পাচ্ছি।” | 悪魔は私の人生のすべてを精力的に破壊しつつあります。 |
33 | জেলের ভেতরেও কার্যক্রম চলছে শাক৭ নামে একটা দল দ্বারা, যাদেরকে জেলে দেওয়া হয়েছে কুখ্যাত পশু পরীক্ষার ল্যাব, হান্টিংডন লাইফ সাইন্সেস বন্ধের প্রচারণা করার জন্য। | よりよい人間になろうと努力しましたが、私は窮地に立たされ、精神的、感情的、肉体的に苦しんでいます。 |
34 | দলের এক সদস্য, জশ হার্পারের নিজ নামে একটা ব্লগ আছে। তার সাম্প্রতিক পোস্টে তিনি লিখেছেন যে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আর অস্বীকার করেছেন জেলকে তার বাড়ী হিসাবে মেনে নিতে। | 「動物を使ったテストで悪名高い試験所であるハンティンドン・ライフサイエンス社(Huntingdon Life Sciences)を閉鎖するキャンペーンを行った」ために拘置されたSHAC7という団体も刑務所の中から盛んに活動を行っている。 |
35 | “আজ পর্যন্ত দেশ আমার জীবন থেকে দুই বছর চুরি করেছে। | Josh Harper は自分の名前を冠したブログを持っている。 |
36 | ২০০৬ এর ১৬ই নভেম্বর আমি ফেডারেল ডিটেনশন সেন্টারে এসেছিলাম। | 最新の投稿で、彼はこれからも戦い続け、刑務所は彼の家であるという考えを断固拒否すると書いている。 |
37 | একটা পশুর ল্যাব বন্ধের বিতর্কিত পদ্ধতির বিরুদ্ধে প্রচারণা করায় আমাকে উলঙ করে একটা জাম্পসুট দেয়া হয় আর একটা সেলে ফেলে দেয়া হয়। | 本日で州はわたしの人生の二年間を奪ったことになる。 |
38 | প্রথম যেসব বন্দীর সাথে আমার দেখা হয় তারা কিছু পরামর্শ দেয়- ভুলে যেতে চেষ্টা করো যে তুমি এখানে। | 2006年11月16日に、動物を実験に使う試験所を閉鎖させたという議論の余地のある戦略を支持したという罪状で、わたしは州の拘置所に入れられ、丸裸にされ、つなぎを与えられ、監獄に放り込まれた。 |
39 | সময়ের কথা চিন্তা করবে না। | 最初に会った受刑者に助言された。 |
40 | খুব চেষ্টা কর বাইরের পৃথিবী সম্পর্কে চিন্তা না করতে। | 刑務所にいることを忘れろ、時間について考えるな、外の世界のことを考えないように努力せよ、と。 |
41 | কি ভয়ঙ্কর পরামর্শ! | なんてひどいアドバイスだろうか。 |
42 | যদিও আমার জীবন কঠিন হতে পারে, আমি আশ্বস্ত যে আমি আমার শ্বাসরুদ্ধকর অবস্থাতেও ফুঁসছি। | もしそのせいで人生がより厳しくなるとしても、自分が投獄にまだ憤りを感じているということにほっとしている。 |
43 | আমি কখনই একজন গৃহপালিত লোক হতে চাইনা যে ক্রমে গরাদ আর কাটাতার দেখা বন্ধ করে এই জায়গাকে নিজের বাড়ি ভাবতে শুরু করে। | 鉄格子やレザーワイヤーを見るのを徐々にやめ、この場所を自分の家だと考えはじめるような、完全に飼い馴らされた奴らの仲間には絶対になりたくない。 |
44 | আমি সমস্ত অনুভূতি দিয়ে জেলকে ঘৃণা করি। | わたしは刑務所を情熱をもって憎んでいる。 |
45 | এই ঘৃণা আমাকে জানায় যে আমি এখনো পাগল হইনি।” | おかげでまだ正気であるとわかるのだ。 |