# | ben | jpn |
---|
1 | ছবিঃ থাইল্যান্ডের সামেট দ্বীপে তেল ছড়িয়ে পড়েছে | タイ:サメット島に原油流出(画像あり) |
2 | পিটিটি গ্লোবাল কেমিক্যাল প্রাইভেট পরিচালিত একটি পাইপলাইন দিয়ে ২৭ জুলাই তারিখে থাইল্যান্ডের উপকূলে প্রায় ৫০, ০০০ হাজার অপরিশোধিত তেল চুইয়ে পড়ে। এই তেল রাইয়োং প্রদেশের সামেট দ্বীপে গিয়ে পৌঁছায়, যা কিনা এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। | (原文掲載日は8月10日です) 7月27日に起きたPTTグローバルケミカル社[th][en]によるパイプラインの事故で、5万リットル及ぶ原油がタイランド湾に流出し[en]、観光リゾートとして人気の高いラーヨン県沖のサメット島まで原油が漂着[en]した。 |
3 | পিটিটি, ইতোমধ্যে ক্ষমা প্রার্থনা করেছে এবং অত্র এলাকার পুনর্বাসন সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেছে: পিটিটি গ্লোবাল ক্যামিকেল পাবলিক কোম্পানী লিমিটেড এই তেল চুইয়ে পড়ার ঘটনায় তার আন্তরিক ক্ষমা প্রার্থনার ইচ্ছা প্রকাশ করেছে এবং বর্তমান পরিস্থিতিতে-এর সমাধানে যারা হাত বাড়িয়ে দিয়েছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। | PTT社はすでに謝罪[en]を表明しており、事態の収拾に努めると誓った[en]。 |
4 | আজ, পরো উপকূলে তেল চুইয়ে পড়ার ঘটনা যে প্রভাব তার সমাধান করা হয়েছে এবং জরুরী অবস্থার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। | PTTグローバルケミカル社は今回の原油流出の事態につき深くお詫びを申し上げると共に、現在の状況の解決にあたって尽力した全ての当事者の方々に御礼申し上げます。 |
5 | এখন এখনকার পরিবেশের অবস্থা আগের মত ফিরিয়ে আনার জন্য পরবর্তী দফা পরিবেশ উদ্ধার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। | 今日において、プラオ湾付近の石油流出は解決されており、非常事態は現在既に終決致しております。 |
6 | এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করার এক পরিকল্পনা এতে যুক্ত করা হয়েছে। | 次の段階としては、事故の被害者への救済[en]を含む環境の回復に向けた計画を準備しております。 |
7 | ৪ আগস্ট তারিখে, উক্ত কোম্পানী দাবী করে যে চুইয়ে পড়া তেলের ৯৯ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে: | 8月4日にPTT社は既に99パーセントの流出原油を除去した[en]と発表した。 |
8 | ছড়িয়ে পড়া তেল অপসারন কার্যক্রম আজ, চুইয়ে পড়া তেলের ৯৯ শতাংশ অপসারণ করতে সক্ষম হয়েছে। | 今日において、油膜除去作業により99パーセントの原油が除去された。 |
9 | তৈলাক্ত সামগ্রী পারো উপকূলীয় অঞ্চল থেকে ম্যাপ তা পাহুট নামক শিল্পাঞ্চল বন্দরে স্থানান্তর ও বহন করে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করে রাজকীয় থাই নৌবাহিনী, যা পরীক্ষা, শ্রেণীকরণ এবং ধ্বংসের আগে শিল্প কর্ম বিভাগের পরিপূর্ণ আদর্শিক অনুমোদনের জন্য আরো যাচাই করে দেখা হবে। | マープタープット工業団地港へのプラオ湾沖に拡散する油まみれの瓦礫の移動、輸送は、タイ王国海軍の支援により行なわれ、タイ工業省工場局の基準に応じた更なる調査、分類、除去作業が行なわれる。 |
10 | গ্রীনপিস, অত্র এলাকায় পরিষ্কার-অভিযান এবং ছড়িয়ে পড়া তেলের ফলে সৃষ্ট প্রভাবের কিছু ছবি পোস্ট করেছে: | グリーンピースが除去作業 、及び被害状況 を表す写真を公開した。 |
11 | গ্রীনপিস থাইল্যান্ডের ফেসবুকের পাতা থেকে নেওয়া ছবি | 写真:グリーンピース・タイのフェイスブックより |
12 | পরিচ্ছন্নতা অভিযান; ছবি গ্রীনপিস ফেসবুক থাইল্যান্ডের পাতা থেকে নেওয়া পরিচ্ছন্নতা অভিযান; ছবি গ্রীনপিস ফেসবুক থাইল্যান্ডের পাতা থেকে নেওয়া | 原油除去作業の様子 写真:グリーンピース・タイのフェイスブックより |
13 | ছড়িয়ে পড়া তেল পরিষ্কার অভিযানঃ ছবি রিচার্ড ব্যারোর ফেসবুকের পাতা থেকে নেওয়া | 流出原油の清掃作業 写真:リチャード・バロウのフェイスブックより |
14 | তেলের আস্তরণ অপসারণ সত্ত্বেও, ছড়িয়ে পড়া তেলের কারণে সামুদ্রিক প্রতিবেশে সৃষ্ট প্রভাবের বিষয়টি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে: | これらの除去作業にもかかわらず、原油による海洋生態系への被害[en]が懸念されている。 |
15 | কোকোনাট ব্যাংককের জানাইয়াশান তানানতাপাপাত লিখেছে কি ভাবে ছড়িয়ে পড়া তেল স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করেছে: | Zanyasan Tanatpapatは、原油流出がどれほど周辺住民[en]の生活を脅かしているかCoconuts Bangkok上で次のように述べている。 |
16 | ছড়িয়ে পড়া তেল, ছোট আকারের মাছ ধরার নৌকার উপর নির্ভর যে সমস্ত জেলে পরিবার তাদের উপর, একই সাথে কোহ সামেট দ্বীপের রেস্তরাঁসমূহের সামুদ্রিক খাবার বিক্রির উপর প্রবল আঘাত হানবে,যা আশেপাশের জলসীমায় থেকে আরোহণ করা-এটাই দ্বীপবাসীর আয়ের মূল উৎস… আর স্থানীয় রেস্তোরাঁগুলো দূষণের শঙ্কায় এসব পণ্য কিনতে অস্বীকার করেছে। | 小さな 漁業を営む家族達[en]が一番の打撃を被っている。 彼らはサメット島付近で獲れた魚を島のレストランに売って生計を立てている…島でレストランを営む者たちは汚染が怖くて彼らの魚を買おうとしない。 |
17 | নাটকীয় ভাবে পর্যটকের সংখ্যা কমে আসা, মোটরবাইক এবং ট্যাক্সি ভাড়া ব্যবসার উপর প্রভাব ফেলেছে। | モーターバイクやタクシー業者も観光客の激減で被害に遭っている。 |
18 | এই বিপর্যয়ের বিষয়ে যথেষ্ট তথ্য না থাকার কারণে উদ্বেগ প্রকাশ করে সুশীল সমাজের দল একটি বিবৃতি জারি করেছে: | 市民社会グループも惨事について公開されている情報[en]の乏しさを懸念する声明文を発表[en]した。 |
19 | যখন এই দুর্ঘটনা ঘটে, সে সময় পিটিটি জিসি জোর দিয়ে বলে যে পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয় এবং তা নিয়ন্ত্রণে রয়েছে। | この事故発生以来、PTTグローバルケミカル社は状況が心配する程でなく、食い止められるものだと主張してきた。 |
20 | তেল ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, প্রতিবেশ ও নাগরিক এবং একে বিনষ্ট করতে যে রাসায়নিক ব্যবহার করা হবে, তার প্রভাব সম্বন্ধে খুব সামান্য তথ্য প্রকাশ করা হয়েছে। | 原油流出と、それを溶解するために用いられた化学薬品が環境、天然資源、生態系そして人々に及ぼした影響に関して、わずかな情報のみが公表されているにとどまっている。 |
21 | পরিবেশ এবং নাগরিকদের উপর -এর সম্ভাব্য প্রভাব সম্বন্ধে তথ্যের অভাব জনগণকে অন্ধকারে রেখে দিয়েছে, বিশেষ করে যেখানে এর ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার মত এক উদ্বেগ রয়ে যাচ্ছে। | 環境と人々に対する潜在的な影響について情報開示されていないせいで、この環境汚染に関して市民はまったく知ることができない。 |
22 | পিটিটি এবং সরকারী প্রতিষ্ঠানসমূহকে তারা এই চ্যালেঞ্জ প্রদান করেছে: | 各団体は政府機関とPTT社に対して、以下の抗議を発表した。 |
23 | পাইপ লাইন ছিদ্র হয়ে যাওয়ার প্রকৃত কারণ, একই সাথে তেলের পাইপ ছিদ্র হয়ে যাওয়ার ফলে তেল চুইয়ে পড়া এবং তা পরিশোধনে ব্যবহৃত রাসায়নিক উপাদান ব্যবহারের ফলে পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, প্রতিবেশ এবং জনগণের স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব সৃষ্টি হবে সে বিষয়সমূহ জনগণের কাছে ব্যাখ্যা করতে উক্ত প্রতিষ্ঠান বাধ্য। | PTTグローバルケミカル社はパイプライン漏れ事故の本当の理由[en]、更に、原油流出と、化学溶剤の使用によって引き起こされた環境、天然資源、生態系と人々の健康面への影響の詳細を公に説明する義務がある。 |
24 | রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে তদন্ত করে এর কারণ অনুসন্ধান ও তেল নির্গমনের পরিমাণ বের করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্য দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় প্রযোজ্য অপরাধ ধারা প্রয়োগ ও আইনগত প্রস্তুতি গ্রহণ করা দরকার। | 政府機関は原油の流出量と事故の原因を究明[en]し、この件に適用できる刑法や民法の条項を施行して犯人を裁き、このようなことが二度とおこらないようにしなければならない。 環境保護団体の報告によると、タイでは過去30年において200件以上にも及ぶ石油流出の惨事が発生している。 |
25 | পরিবেশবাদী দলসমূহের হিসেব অনুসারে থাইল্যান্ডে বিগত তিন দশকে ২০০টি তৈল নির্গমনের মত বিপর্যয়কর ঘটনা ঘটেছে। | 校正:Etsuko Oikawa |