# | ben | jpn |
---|
1 | মেক্সিকো: কয়ার অফ একটিয়াল শান্তি এবং ন্যায়বিচারের জন্য গান গাইছে | メキシコ:平和と正義のために歌うアクテアル聖歌隊 |
2 | দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঞ্চলের ‘ৎজোৎজিল” এলাকার এক ভিন্ন ধর্মী কয়ার নামক (সাধারণত গীর্জায় গান গায়) গানের দল, কয়ার অফ একটিয়াল। আদিবাসী একদল গায়ক-গায়িকা মিলে এই গানের দল তৈরি করেছে। | アクテアル聖歌隊(The Choir of Acteal)は、南メキシコ・チアパス州で活動する、ツォツィル系先住民の歌手グループだ。 |
3 | এটা এক যোগাযোগ তৈরির ক্ষেত্রে এক অসাধারণ ভিন্ন মাধ্যম। | |
4 | বিশেষ করে মেক্সিকোতে আদিবাসীদের কণ্ঠস্বর যখন প্রায়শ:ই উপেক্ষা করা হয়, যখন তাদের বেশিরভাগই দারিদ্র, ক্ষুধা এবং বৈষম্যের মত বাস্তবতায় বাস করে, তখন তাদের গানে এইসব বিষয় প্রতিফলিত হয়। | |
5 | এলেনা গোমেজ শান্তিজ বলেন, এইসব গানের বাণীতে শান্তি, ন্যায়বিচার এবং ব্যথা উপশমের অনুসন্ধান করা হয়ে থাকে। | |
6 | আমরা যে শহরে বাস করি সেই শহর এবং সারা বিশ্বের জন্য এসবের খোঁজ করি। এলেনা এক আদিবাসী নারী, যে এই গানের দলের সাথে কণ্ঠ মিলান। | メキシコの先住民は、貧困・飢餓・差別のある生活をしていることが多く、彼らの声が聞かれることは少ない。 |
7 | তিনি তার এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এই সমস্ত কথা বলেন। | その現状は歌詞にも表現されていて、聖歌隊の活動は特別なコミュニケーション手法であると言える。 |
8 | তিনি নারানজাটিক বাজো নামের এক ছোট্ট মফস্বল শহর থেকে এসেছেন। এটি লস আলটোস (সর্বোচ্চ চূড়া) নামের এক অঞ্চলে অবস্থিত। | メンバーのElena Gomez Santis氏は、「聖歌隊のメッセージとは、私たちの住む町と全世界に対する平和と正義の探求であり、願いでもあります」と言う。 |
9 | ব্লগ ওয়ান লাকি লাইফ [স্প্যানিশ ভাষায়] শহরটি সম্বন্ধে বর্ণনা করেছেন। এটি এমন এক শহর, যার চারপাশ ভিন্ন রকম সবুজ রঙের চেহারার পাহাড় দিয়ে ঘেরা। | 彼女は、Los Altos地域に位置するNaranjatic Bajoという小さな町に住んでいる。 |
10 | এই শহর মেঘের এত কাছে যে, ইচ্ছে করলে তাদের আপনি হাত দিয়ে ধরতে পারবেন। নারানজাটিক বাজো শহরের দি চার্চ অফ “ৎজোৎজিল”। | ブログOne Lucky Lifeによると、この地域は「緑あふれる山々に囲まれ町で、手を伸ばせば雲が届きそうな場所」である。 |
11 | ছবি আন্দ্রেয়া আরজাবা। জর্জ সিফুয়েন্টাস [স্প্যানিশ ভাষায়] জাতীয় দৈনিক লা জুর্নাডার এক সাংবাদিক। | The Church of the tzotzil town Naranjatic Bajo taken by Andrea Arzaba |
12 | তিনি ব্যাখ্যা করেন, এই কয়ার সঙ্গীত এক ধর্মীয় ঘটনার স্মরণে গাওয়া শুরু হয়। বাইবলের অনুবাদ স্প্যানিশ ভাষা থেকে “ৎজোৎজিল” ভাষায় অনুবাদ শুরু হওয়াকে স্মরণ করার মধ্যে দিয়ে এই গানের যাত্রা আরাম্ভ। | 全国紙La Jornadaの記者Jorge Sifuentes氏 [es] によると、聖歌隊は、1996年に聖書がスペイン語から、彼らの言葉「ツォツィル語」に翻訳されたことを記念して始まった。 |
13 | “ৎজোৎজিল” আদিবাসীদের কথ্য ভাষা। | しかし、アクテアルの虐殺事件で聖歌隊のミッションは少し変わった。 |
14 | এই কাজটি শুরু হয় ১৯৯৬ সালে। তবে ‘একটিয়াল' গণহত্যার পর কোরাস গানের দল অন্য এক লক্ষ্যকে সামনে রেখে গান গাইতে শুরু করে। | 1997年、同じLos Altos地域の別の町で、教会でミサに参加していた45人の先住民が、準軍事組織によって虐殺された。 |
15 | ১৯৭৭ সালে এই একটিয়াল শহরে এই গণহত্যা সংঘটিত হয়। এই শহরটিও লস অলটোসের একটি অংশ। | 事件以後、聖歌隊は政府に対して正義を要求すると同時に、この地域で起きていることを発信するために、歌い始めた。 |
16 | সে সময় এই শহরের একটি গির্জার ভেতরে ৪৫ জন আদিবাসীকে মেক্সিকোর আধা-সামরিক বাহিনী হত্যা করে। | この事件は、未だに解決に至っていない。 |
17 | এই গণহত্যার পর কয়ারের দল নিজেদের তৈরি গানের মধ্যে দিয়ে সরকারের কাছে এই ঘটনার বিচার দাবি করে। এই বিষয়টি একই সাথে সেই এলাকায় কি ঘটছে তার বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করছে। | ブロガーのLeobardo Alvardo氏は、アクテアルの生存者や遺族とともに、サンクリストバル・デ・ラスカサスで開催された追悼式に出席した。 |
18 | এখন পর্যন্ত সেই ঘটনার কোন বিচার হয়নি। | ミサには、アクテアル聖歌隊も出席していた。 |
19 | ব্লগার লেওর্বাডো আলভারডো গানের মধ্যে স্মরণ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সান ক্রিস্টোবাল ডে লাস কাসাসে, যে অনুষ্ঠানে গণহ্ত্যায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের আত্মীয় স্বজনরাও গণহত্যা স্মরণে কয়ার অফ একটিয়ালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: | |
20 | যখন প্রথম প্রার্থনা শেষ হল, তখন কয়ার অফ একটিয়াল যা বেশকিছু মেয়ে এবং পাঁচজন পুরুষের সমন্বয়ে প্রাথমিকভাবে তৈরি করা গানের দল, তারা গির্জায় গান গাওয়ার স্থানে উঠে দাঁড়ায়। | |
21 | এন্টোনিও তাদের অংশগ্রহণের কথা করে। এটি একটিমাত্র গান, কিন্তু তা আকর্ষণীয় সঙ্গীত। | 最初の祈りが終わった後、男女混合のアクテアル聖歌隊は、教会の階段をのぼった。 |
22 | এই গানে তারা গণহত্যায় যে সমস্ত নারী এবং পুরুষ মারা গেছে, তাদের জন্য কাঁদতে থাকে। | アントニオが聖歌隊の紹介をし、彼らの歌が一気に響きわたった。 |
23 | কোন ধরণের অলঙ্কার ব্যবহার ছাড়াই তৈরি করা গানের কথাগুলো চিন্তায় অনেক সমৃদ্ধ। | その歌は、虐殺された人たちを思う心の叫びであり、歌詞は、比喩を使わずストレートに理想を伝えていた。 |
24 | গানের কথার কিছু অংশ: | 歌の一部だ: |
25 | আমি চুপ থাকতে পারি না, আমি আলাদা হয়ে থাকতে পারি না, অনেক লোকের ব্যথার মাঝে আমি নিরব হয়ে থাকতে পারি না। না, আমি নিশ্চুপ হয়ে থাকতে পারি না, এবং আমার বন্ধু আমাকে ক্ষমা করে দাও, এখন আমার এক প্রতিজ্ঞা রয়েছে এবং আমাকে বাস্তবতার জন্য গান গাইতে হবে। | 黙ってはいられない 無関心ではいられない これだけの人の痛みがあって 黙ってはいられない 私は黙ってはいられない 友よ、私を許してください 私にはやらなければいけないことがある 現実について歌わなければいけないのだ |
26 | মেক্সিকোর আদিবাসীদের অধিকার অর্জনের জন্য এই কয়ার গানের দল ক্রমাগতভাবে সৎ এবং সুষ্ঠু আচরণ দাবি করে আসছে। | 聖歌隊は、先住民の権利への理解と公正な対応を訴え続けている。 |
27 | এটি এমন এক কণ্ঠস্বর যা স্বেচ্ছায় সীমান্ত পাড়ি দিতে চায়, যে গান সবাই শুনতে চায় এবং যাকে জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করছে। | 彼らの歌声は、さまざまな境界を越えて、メキシコ国内・世界各国の人々が耳を傾け、支えることを願う声なのである。 |