# | ben | jpn |
---|
1 | তাজিকিস্তান: গরীব দেশে মাদক অর্থনীতি | タジキスタン:ある貧困国での薬物取引の経済学 |
2 | কখনো কখনো স্থানীয় সংবাদপত্রের ওপর কড়াকড়ি থাকায় বিদেশী ম্যাগাজিনে কোনো প্রতিবেদন প্রকাশ হলে তা সমাজে আলোড়ন ফেলে। | [英語から翻訳]地元メディアが極端に制限される国では、海外の雑誌に掲載されたある記事が、社会に議論を引き起こすことがある。 |
3 | ইকোনমিস্ট পত্রিকায় তাজিকিস্তানের ওপর একটি নিবন্ধ প্রকাশিত হলে সেখানকার সংবাদভিত্তিক ওয়েবসাইটে দেশটির সরকারি কর্মকর্তাদের দূর্নীতি এবং মাদক ব্যবসায়ে জড়িত থাকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। | |
4 | নিবন্ধটির শিরোনাম ছিল: তাজিকিস্তানে মাদক: নেশাগ্রস্ত। | タジキスタンでは、エコノミスト誌が発したある記事が引き金となり、ニュースのウェブサイトで話題を呼んだ。 |
5 | এখানে দাবি করা হয়েছে, দেশটির স্থিতিশীলতা নির্ভর করছে এই এলাকার মধ্যে দিয়ে অবাধ মাদক সরবরাহ করতে দেয়ার মধ্যে। | その話題とは、公務員たちの汚職、そして彼らの薬物取引への関与について、である。 |
6 | ১৯৯০ সালে সাত বছরের গৃহযুদ্ধ শেষে মধ্য এশিয়ার এই ছোট্ট দেশটির আফগানিস্তানের সাথে রুদ্ধ সীমান্ত রয়েছে, যেখান দিয়ে আফগান হেরোইন রাশিয়ায় পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। | 「タジキスタンにおける薬物の状況:薬物中毒」、というタイトルのこの記事では、タジキスタンの国の安定性が、妨げなく領土を通過していく違法薬物と密接に関係あると主張している。 |
7 | আর এর ফল স্বরূপ দেশটি পরিণত হয়েছে “মাদক পাচারের মাল্টি মিলিয়ন ডলার নেটওয়ার্ক স্বর্গ” হিসেবে। | 1990年代、7年間の内戦ののち、アフガニスタンと穴だらけの国境を持つこの小さな中央アジアの国は、アフガニスタンを介し、ロシアへ密輸されるヘロインの主な輸送経路となった。 |
8 | এবং ক্রমাগত দারিদ্র্য বাড়া সত্ত্বেও দেশটির রাজধানী “নগদ টাকা, ফ্ল্যাট বাড়ি আর দামি গাড়িতে ঠাসা”। আফগানিস্তান লাগোয়া তাজিকিস্তানের দক্ষিণের একটি সীমান্ত চৌকি। | 結果として、貧困が蔓延する一方、タジキスタンは「数十億ドルに及ぶヘロイン密輸ネットワークの中心地」となり、首都には現金、新しい建物、高級車があふれている。 |
9 | ছবি আলেক্সজান্ডার সোদিকভ (২০০৯) ইকোনমিস্টের ভাষ্যমতে, আগে যারা মাদক পাচারের বিরোধীতা করতেন সেইসব সরকারি কর্মকর্তারাই এখন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। | タジキスタンの南部、アフガニスタンに隣接する国境の見張り台 写真:Alexander Sodiqov(2009年撮影) |
10 | এরা স্থানীয় নিরাপত্তার দেখভালও করেন। | エコノミスト誌によれば、この薬物取引は、形式上違法売買撲滅の責務にある政府関係者がうまく処理しているという。 |
11 | এর ফলে সরকার মাদক ব্যবসায় তাদের ভূমিকা সরকার না দেখার ভান করে। | これらの公務員は地域の安全を守る職務に当たっており、この職務のその対価として、政府は役人のヘロイン取引への関与に見て見ぬふりをしている。 |
12 | ইকোনমিস্ট দাবি করেছে, তাদের এই বোঝাপড়ায় কোনো ধরনের চ্যালেঞ্জ করতে গেলে দেশটির ১৯৯০ সালের গৃহযুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতা আবার হবে। | 1990年代、血なまぐさい内戦を経験したこの国では、この不正をただそうとする試みもが、暴力行為を引き起こすことにもなりうる、とエコノミスト誌は指摘している。 |
13 | নিবন্ধটি ২১ এপ্রিল ২০১২ তারিখে প্রকাশিত হলেও তাজিকিস্তানের বেশিরভাগ মানুষের কাছে পৌছায় মে মাসের শুরুর দিকে স্থানীয় পত্রিকাগুলো এটির অনুবাদ এবং পুন:মুদ্রণ প্রকাশ করলে। | この記事は2012年4月21日に発行されたが、記事内容は、一部地元メディアが5月初旬に記事の一部を翻訳、公表し、これにより初めて多くのタジキスタンの人々が情報を入手できるようになった。 |
14 | রেডিও ওজডি নিবন্ধটির সংক্ষিপ্তসার করে প্রকাশ [তাজিক ভাষা] করলে তাজিক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা এর সমালোচনা করেন। | Radio Ozodiはこの記事[tj]を要約し、タジク人政府関係者や専門家からの批評とともに発行した。( |
15 | একজন পাঠক মন্তব্যের ঘরে পরামর্শ দেন, ম্যাগাজিনটি যে দাবি করেছে, তা “ভুয়া” অথবা অতিরঞ্জিত। তবে অন্য পাঠকরা তার মূল্যায়নের বিরোধীতা করেন: | この記事について)ある一人の読者は、この雑誌の内容が「嘘」あるいは少なくとも誇張であると、コメント欄で主張したが、それ以外の読者はこの見方に納得していないようだ。 |
16 | ইনসন: ইকোনমিস্ট সত্য কথাটাই তুলে ধরেছে। | Inson: エコノミストは真実を語っている。 |
17 | আপনি কোথায় মিথ্যে খুঁজে পেলেন? | どこに嘘があるというんだ? |
18 | সবটাই সত্যি। | すべて間違っていない。 |
19 | আমাদের নিজেদের কাছে সত্ থাকা উচিত। | 自分たち自身に正直になろうよ。 |
20 | মাহমুদ: ম্যাগাজিনটি মূল ইস্যুটা তুলে ধরতে পেরেছে। | Mahmud: この雑誌は問題の核心を突いたね。 |
21 | বেশিরভাগ সংবাদ ওয়েবসাইটে আলোচনা নিবদ্ধ আছে হেরোইন ব্যবসায় সংঘটিত দূর্নীতি নিয়ে। | このウェブサイトに掲載された多くの議論は、汚職がヘロイン取引を助長していることに集中していた。 |
22 | সরকারি কর্মকর্তা বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের বিলাসবহুল গাড়ি, বাড়ির মালিক হওয়া নিয়ে তাজিকিস্তানের জনগণের সন্দেহ আছে। | タジキスタンの人々は、公務員、特に行政機関の上席職員が、高級車や、高級な住宅を所有するその理由について、ほとんど疑いを持たないようである。 |
23 | অথচ তাদের এই বিলাসতার বিপরীতে দেশটির অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। | この高価さは、国民の約半分が絶対貧困ライン以下に位置するこの国で、特に際立ってみえる。 |
24 | রাভসান_১৯৮০ টপটিজেডটকম-এ [রাশিয়ান ভাষায়] পরামর্শ দিয়েছেন: | TopTJ.com[ru]のRavshan_1980は、 |
25 | অবশ্যই মাদক ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেন, তাদের সাথে সরকারের যোগাযোগ রয়েছে। | もちろん、麻薬取引は、国とつながっている人々によって規制されている。 |
26 | দেশটির নেতৃত্ব এবং আইন প্রয়োগকারী সংস্থা সেটা দেখেও না দেখার ভান করছেন। | この国の指導者や、行政機関はこの事実に目をつぶっている。 |
27 | স্বরাষ্ট্র মন্ত্রণালয় [পুলিশ], প্রসিকিউটর অফিস, মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা এতো কম বেতনে কিভাবে দামি গাড়ি-বাড়ি করেন, সে প্রশ্ন কেউ করে না। | だれも、内務省(警察)、検察官、麻薬取締省の職員に、低い給料でどうして高級車や高級住宅にお金を使えるのか、聞きもしない。 |
28 | রেডিও ওজডির ওয়েবসাইটে আরো একজন মন্তব্যকারী একই ধরনের অভিমত দেন: | Radio Ozodiのウェブサイトへの別のコメント投稿者も同様の意見を持っているようだ。 |
29 | ব্রিটিশ এই জার্নালটি তাজিকিস্তানের অবস্থার খুব ভালো মূল্যায়ন করেছে। | イギリス発行のこの雑誌はタジキスタンの現状について、非常に的を得た所見を示している。 |
30 | দেশটির ৯৯% এর বেশি সরকারি কর্মকর্তা দূর্নীতিগ্রস্ত। | およそ99%の公務員が汚職をしている。 |
31 | তা না হলে তাজিকিস্তানের রাষ্ট্রীয় বেতনে কিভাবে সম্ভব ৫০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলারে গাড়ি বাড়ি কেনা? | さもなければ、公務員の給料で、5万~10万USドルかかる住宅や、車を購入できるのだろうか? |
32 | শুধু রাষ্ট্রীয় বেতনে প্রসিকিউটর অফিস, আদালত, পুলিশ অথবা এ ধরনের কোনো সংস্থার একজন কর্মচারীর পক্ষে এগুলোর ব্যয়ভার বহন করা সম্ভব না। | 国からの給料だけでは、検察官事務所経営者、法廷、警察やその他同業者、誰一人として支払うことはできないだろう。 |
33 | এই কর্মচারীরা তাদের মর্জিমতো সবকিছুই করতে পারে। একজন দিন এনে দিন খাওয়া দরিদ্র লোকের পক্ষে এগুলোর দেখা পাওয়া দুষ্কর। | このような人々は、望むもの何でも手に入れているようだが、貧しい人たちは、日々の食糧さえ手に入れるのに苦労している。 |
34 | মাদক ব্যবসার দূর্নীতি কী কার্যকরভাবে রোধ করা যায়? | 麻薬取引を暗に促している汚職に、実質的に立ち向かう方法はあるのだろうか? |
35 | এজন পাঠক মনে করেন, আরো বেশি নিয়ন্ত্রণ দরকার: | ある読者は規制が強化されるべきだと考えている。 |
36 | আমি মনে করি, সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল করা উচিত। এতে তারা ব্যাখ্যা করবেন গাড়ি-বাড়ি কেনার টাকা তারা কোথায় পেলেন। | Ravshan_1980:思うに、公務員は所得税を申告し、どこで車や家を買うお金を得たのが説明する必要があると思う。 |
37 | আবার অন্য আরেকজন পাঠক মনে করেন, মাদক পাচার বন্ধ করা অসম্ভব। কারণ এ ব্যবসার সাথে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা জড়িত। | 別の読者は、麻薬取引で、汚職をしている公務員は政府と強いきずなで結ばれているので、麻薬の違法取引に立ち向かうのは不可能だと確信している。 |
38 | তারা একই সঙ্গে সরকারের সাথে ঘনিষ্ঠ। মহিরা: প্রকৃত সমস্যা হলো, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সব স্তরের লোকজন মাদক পাচারকারীদের সুরক্ষা দিয়ে থাকে। | Mohira: 何が本当の問題かというと、我が国のすべてのレベルの行政機関が麻薬密輸者を保護し、その対価で生活している、ということだ。 |
39 | তাদের খরচে নিজেদের জীবনও চালায়। এই সংস্থাগুলো শাসনব্যবস্থার মূল ভিত্তি। | 現行の政治体制の基礎となっているのは、この行政機関関係者だ。 |
40 | আইন প্রয়োগকারী সংস্থাগুলো মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে শাসনব্যবস্থার এই ভিত্তিটাকেই ধ্বংস করে দিয়েছে। | 麻薬取引で得た金を行政機関から取り上げることは、現行の政治体制の根幹を崩壊させることを意味する。 |
41 | সবকিছুই একটির সাথে আরেকটি সংযুক্ত। | すべてが内々につながっている。 |
42 | সম্প্রতি তাজিকিস্তানের একজন উচ্চ পদস্থ মাদকবিরোধী কর্মকর্তা স্বীকার [রাশিয়ান ভাষায়] করেছেন যে, দেশটির “উর্ধ্বতন সরকারি কর্মকর্তার সহযোগিতা ছাড়া কোনো মাদক ব্যবসায়ী গোষ্ঠী তাদের কার্যক্রম চালাতে পারবে না”। | 麻薬取引反対のタジク人上席公務員は、この国では、「どんな違法取引集団も、上席公務員の援助なしでは取引をなしえない」と認めている[ru]。 |
43 | ফেব্রুয়ারি ২০১২-এ কর্তৃপক্ষ দূর্নীতি এবং মাদক চোরাচালানের অভিযোগে একজন হাই প্রোফাইল ব্যক্তির গ্রেফতারের ঘোষণা দেয়। | 2012年2月、当局は麻薬違法取引の罪で多くの逮捕者が出たことを発表し、この逮捕は多くの人の注目を集めた。 |
44 | এ থেকে বোঝা যায়, সরকার দীর্ঘমেয়াদে সিরিয়াসভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। | しかしながら、この進展は、政府が真剣に、長期間徹した努力の結果とは思いがたい。 |
45 | এ মাসে একটি খবর বেরিয়েছে, জাতিসংঘের মাদক ও অপরাধ অধিদপ্তর (ইউএনওডিসি) আনুমানিক হিসাব দিয়েছে, বছরে ৭৫ থেকে ৮০ টন আফগান হেরোইন এবং ১৮ থেকে ২০ টন অপিয়াম তাজিকিস্তান হয়ে অন্য দেশে গেছে। | 今月発表されたある報告書(PDF)の中で、国際連合薬物犯罪事務所は、毎年、アフガニスタン産ヘロイン75~80tと18~20tのアヘンがタジキスタンを通過しているのではないかと推測している。 |
46 | এর মানে হচ্ছে প্রতিদিন প্রায় ২০০ কিলোগ্রাম হেরোইন এবং ৫০ কিলোগ্রাম আফিম দেশটিতে ঢুকেছে। | これは一日換算でヘロイン200kg、アヘン50kgがタジキスタンを通過していることになる。 |
47 | এর অল্প অংশই আটক করা হয়েছে। | しかしこの取引のうち、明らかになっているのはほんの一部だ。 |
48 | প্রতিবেদনে আরো জানানো হয়েছে, অনেক সরকারি কর্মকর্তা এই ব্যবসার সরাসরি জড়িত অথবা অন্যভাবে ঘুষ নিয়ে থাকে। ইউএনওডিসি'র হিসাবমতে, ২০১০ সালে মধ্য এশিয়ার মাদক ব্যবসা থেকে ১. | さらに、レポートによれば、多くの上席職員が直接的な取引への関与、あるいは黙認により、賄賂を受け取っているという。 |
49 | ৪ বিলিয়ন ডলার তাজিক পাচারকারীর কাছে গেছে। | 国際連合薬物犯罪事務所は、2010年中央アジアでのヘロイン取引額140億円の大部分が、タジク人違法取引者の懐に入ったのではないかとみている。 |
50 | রিপোর্টে বলা হয়েছে: | レポートにはこのようにある。 |
51 | মাদক থেকে আসা অর্থ দুশানবে এবং এই প্রদেশের সম্পত্তির মূল্য আকাশছোঁয়া করেছে। | ドラッグマネーにより、ドゥシャンベや地方都市では、異常に高い不動産の価格がさら高騰している。 |
52 | অন্য লক্ষণগুলো হলো বিলাসবহুল গাড়ি-বাড়ির মধ্য দিয়ে শান-শওকতের প্রকাশ। এই বিলাসবহুল গাড়ি-বাড়ির মালিকানার পেছনে সরকারি কর্মকর্তারা রয়েছে। | その他にも、豪華な家々や、公務員が所有するには高すぎる車など、富の象徴が目に映る。 |