# | ben | jpn |
---|
1 | বোমা বিধ্বস্ত দালানের নিচ থেকে একটি সিরিয় শিশুর ‘পুনর্জন্ম’ নিয়ে জোরালো ভিডিও | がれきに生き埋めになったシリアの幼児、奇跡の救出の瞬間 |
2 | নুর মিডিয়া সেন্টারের শেয়ার করা উদ্ধার কার্যক্রমের ইউটিউব ভিডিওর স্ক্রিনশট। | 救出活動の様子。 |
3 | আজকাল যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে কদাচিৎ কোন ভালো খবর পাওয়া যায়। | Nour Media Center提供のユーチューブ動画からのスクリーンショット。 |
4 | কেবল গত সপ্তাহেই জাতিসংঘ দেশটিতে মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের পরিসংখ্যানে সংশোধন এনেছে। | 戦争で荒廃したシリアからは、良いニュースは最近流れてこない。 |
5 | প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি বিশ্বস্ত বাহিনী এবং তাঁর শাসনের বিরোধীতা করা চক্রান্তকারী গোষ্ঠীদের মাঝে সংঘটিত এই রক্তাক্ত দ্বন্দ্বে এ পর্যন্ত ১৯১,০০০ জনেরও বেশি লোক মারা গেছেন। | ちょうど先週(訳注:原文公開日は8月28日)、国連は、アサド大統領派の国軍と反体制派の血なまぐさい紛争での死亡者数を、19万1千人以上であると改定したばかりだ。 |
6 | জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই শোক প্রকাশ করে বলেছেন, “এই বিপুল পরিমাণ মৃত্যুর যেন শেষ নেই”। | ナビ・ピレイ国連人権高等弁務官は「no end in sight(終わりが見えない)」と悲しみを表明した。 |
7 | পরিস্থিতি খুব নির্মম হওয়া সত্ত্বেও চলুন অন্যতম একটি দূর্লভ মূহুর্তে আবার চলে যাই। | このような残酷な状況は続いているが、昨年シリアで投稿された、貴重な励まされる出来事の一つを振り返りたい。 |
8 | গত বছর সিরিয়া থেকে উঠে আসা সেই মূহুর্তে যাওয়ার কথা বলছি যে মূহুর্তটি আমাদেরকে নৈতিক অনুপ্রেরণা দেয়। | 奇跡を信じないというあなたたちへ、この動画をどうぞ。 |
9 | যারা অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন না তাদের জন্য ঘটনাটি এখানে উল্লেখ করা হল। | この動画は、シリアの幼児の救出の様子を撮影したもので、ユーチューブのさまざまなアカウントを通し百万回以上視聴されている。 |
10 | ভিডিওটি ইউটিউবে বিভিন্ন একাউন্টের মাধ্যমে দশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। এতে হাঁটতে শেখা একটি সিরিয় শিশুকে বেঁচে যেতে দেখা যায়। | その幼児は、シリア第2の都市アレッポでの「たる爆弾」攻撃により、爆発した家の跡に完全に生き埋めになっていた。 |
11 | সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে পিপা বোমা হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটানোর কারণে শিশুটির বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। | オリジナル動画はアラビア語でNour Media Centerから配信されている。 |
12 | এই ধ্বংসাবশেষে আরেকটি শিশু মারা গেলেও তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। | この奇跡の生還の動画は2014年1月24日にニュースサイトのユーロニュース、ユーチューブのユーザーCometotruthによってシェアされた。 |
13 | নুর মিডিয়া সেন্টার আরবি ভাষায় প্রকৃত ভিডিওটি পোস্ট করেছে। | 彼女についてのうれしい続報が、救出から1週間後の2014年1月29日に報じられた。 |
14 | অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ভিডিওটি সংবাদের ওয়েবসাইট ইউরোনিউজ এবং ইউটিউব ব্যবহারকারী কামটুট্রুথ গত ২৪ জানুয়ারি, ২০১৪ তারিখে শেয়ার করেছেন। ২৯ জানুয়ারি, ২০১৪ তারিখে শিশুটিকে উদ্ধারের এক সপ্তাহ পর সুখবরটি জানা যায়। | ATJEH CYBER WARRIORは、あの生き埋めになった幼児がジーナ(Ghina)という名前の女の子だとわかる英語字幕付きの動画をシェアした。 |
15 | আটজেহ সাইবার ওয়ারিওর ইংরেজী ভাষান্তর করা ভিডিওটি শেয়ার করেছেন। | ジーナは瓦礫(れき)の中から堀り出され生還した。 |
16 | ঘিনা নামের শিশু কন্যাটিকে চিহ্নিত করে ভিডিওটি তৈরি করা হয়েছেঃ | 軍用戦闘機は建物を砲撃するが、犠牲になるのは人間と子どもたちだ。 |
17 | ইট পাথরের ধ্বংস স্তূপ থেকে ঘিনাকে বের করে নিয়ে আসার পর দেখা যায় সে বেঁচে আছে। | ジーナは、空爆によって瓦礫の下に生き埋めになった時に母親を亡くした。 |
18 | যুদ্ধবিমান থেকে দালানগুলোর উপর বোমা বর্ষণ করা হয়। | ジーナは運が良かった。 |
19 | কিন্তু মানুষ এবং শিশুরা এতে আক্রান্ত হয়েছে। | でも彼女の母親はそうではなかった。 |
20 | বোমা হামলার কারণে ধ্বংস স্তূপের নিচে সপরিবারে চাপা পড়ার সময় ঘিনা তাঁর মাকে হারিয়েছে। ঘিনা সৌভাগ্যবতী হলেও তাঁর মা সৌভাগ্যবতী ছিল না। | 現在ジーナは、父親と6人の兄弟姉妹と共に、必要最低限の生活必需品さえない状態で、別の家で生活している。 |
21 | ঘিনা এখন ঘরবাড়ি হারিয়ে অন্য জায়গাতে তাঁর বাবা এবং অন্যান্য ছয় ভাইবোনের সাথে বসবাস করছে। | ジーナは、内戦の重い犠牲を払い続けているシリアの子どもたち何千人ものうちの一人だ。 |
22 | এখানে তারা জীবন ধারণের নূন্যতম চাহিদা পূরণের সুযোগ সুবিধাও পাচ্ছে না। | 内戦は現在3年目に入る。 |
23 | হাজার হাজার সিরিয় শিশুর মতো ঘিনাও একজন, যাকে এই গৃহযুদ্ধের চরম মূল্য দিতে হচ্ছে। গৃহযুদ্ধটি বর্তমানে তৃতীয় বছরে পদার্পণ করল। | 19万1千人以上の人々が、アサド大統領派の国軍と反体制派の間で、シリア制圧のための血なまぐさい紛争により亡くなっている。 |
24 | সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী বাহিনী এবং তাঁর শাসন বিরোধী চক্রান্তকারীদের মধ্যকার এই রক্তাক্ত যুদ্ধে এ পর্যন্ত ১৯১,০০০ লোকেরও বেশি নিহত হয়েছে। | 反体制派が最初に決起したのは、中東、北アフリカ諸国で起こった「アラブの春」デモの流れだった。 |
25 | সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যখন আরব বসন্ত বিক্ষোভের ঢেউ লাগে, তখন এই বিরোধী শক্তি প্রথম মাথা চাড়া দিয়ে উঠে। ঘিনা এই নিষ্ঠুর পিপা বোমায় আক্রান্ত একজন। | ジーナが被害を受けた粗雑な「たる爆弾」は、国際的な非難にかかわらず、政府によって民間地域に落とされている。 |
26 | আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও বেসামরিক এলাকাতে সরকার এসব পিপা বোমা নিক্ষেপ করে যাচ্ছে। আপনি কি সিরিয়ার শিশুদের সাহায্য করতে চান ? | シリアの子どもたちの支援を御希望の方は、「Children Crisis in Syria」という我々の投稿を参照していただきたい。 |
27 | কিভাবে সাহায্য করবেন তা জানতে চাইলে আমাদের পোস্ট করা “সিরিয়াতে শিশুরা সংকটে” লেখাটিতে চোখ রাখুন। | 校正:Yuko Aoyagi |