# | ben | jpn |
---|
1 | মিশর: ছাদ থেকে টুইটার করা | エジプト:屋根の上より |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ মিশরীয় টুইটারস্ফেয়ার #জান২৫-এ, চলতে থাকা বিক্ষোভের সংবাদে ভরে গিয়েছিল। | この記事は特集エジプト大規模デモの一部である。 |
3 | পর্যবেক্ষকদের মতে বিক্ষোভ পর্যবেক্ষণ করার জন্য ছাদ ছিল সবার প্রিয় এক জায়গা। | エジプトの#jan25関連のツイッター界は進行中の政情不安の話題でもちきりだ。 |
4 | সুয়েজ থেকে ইয়ান লি @ইয়ানইনইজিপ্ট বিক্ষোভের অনুভুতি ধারন করেছে: | 観察者にとって、屋上は特等席となった。 |
5 | আমি ছাদ থেকে ভিডিও ধারণ করছিলাম। রাস্তায় এই কাজটি করা বিদেশীদের জন্য খুব বিপজ্জনক। | スエズで、イアン・リー @ianinegypt が思いを綴っている: |
6 | সংখ্যায় সহস্র। | 屋根の上からビデオを撮っている。 |
7 | #জান২৫,#সুয়েজ | 外国人が道路にいるのは危険だからね。 |
8 | #জান২৫-এর উপর আসা প্রচুর টুইটার সংবাদ ছিল ইংরেজীতে লেখা। | 数千人いる。 |
9 | এর কারণ ছিল, বিক্ষোভকে সংগঠিত করার বদলে, এই বিক্ষোভকে আরো ছড়িয়ে দেওয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রদান করা। | #jan25 #suez |
10 | একই সাথে প্রতীকি অর্থে, সামাজিক প্রচার মাধ্যম ছাদের উপর থেকে তোলা দৃশ্যাবলি উপস্থাপন করেছে। | #jan25がついたツイートの多くは英語なので、現地における組織的活動のためというよりも、ツイートが広まり国際的なニュースとなることを意図しているらしいとわかる。 |
11 | জয়লান এল রাফিকির টুইট এই আবেগটিকে ধারণ করেছে। | 比喩の上でもソーシャルメディアは屋上の特等席だといえる。 |
12 | ভদ্রমহিলা তার ইংরেজী সংস্করণে চলচ্চিত্রকার আমর সালামার একটি বর্ণনামূলক প্রবন্ধের ব্যাপারে টুইট করেছে। | ジュリアン・エルラフィーのツイートからはこの雰囲気がよくわかる。 |
13 | http://on.fb.me/g7OWvM, এটি @আমরএমসালামার প্রবন্ধের ইংরেজী অনুবাদ। দয়া করে এটিকে পুনরায় টুইট করুন, যাতে আরো অনেক লোক এই প্রবন্ধটি পড়তে পারে#মিশর,#জান২৫ | 彼女は映画監督アムル・サラマの写実的なエッセイを翻訳し、英語版をツイートしている。 |
14 | যে ভাবে তাকে পুলিশ প্রহার করেছে এবং একজন পর্যবেক্ষক এবং বিক্ষোভকারী হিসেবে বিক্ষোভে তার উপস্থিতির কারণে, সালামার ঘটনা স্বয়ং প্রচার মাধ্যমের একটি বিষয় হয়ে উঠেছে। | http://on.fb.me/g7OWvMは@AmrMSalamaの記事の英語版です。 |
15 | তিনি তার কাহিনীর শুরু করেছেন একটি ভূমিকায় নিজেকে রেখে:: সে সময় পুরো রাস্তায় কোন মানুষ ছিল না। | より多くの人が読めるように、RT してください、お願いします。 |
16 | অনেক দুরে, আমি বেশ কয়েক জন ব্যক্তির এক গণ জমায়েত দেখতে পেলাম। | #Egypt #Jan25 |
17 | প্রথমে আমি ভাবলাম যে তারা বিক্ষোভকারী, কিন্তু সে সময় আমি খেয়াল করলাম, তাদের সকলের পরনে কালো পোশাক। | サラマのエッセイは、警察が殴打する様子を生々しく描き、自分自身をデモ参加者として観察し報道しているため、メディアでも取りあげている。 |
18 | তারা আমাদের দিকে আসছিল এবং তাদের হাতে ছিল কালো লাঠি। | 彼はまず自分自身を映画の役になぞらえている。 |
19 | পুরোনো সব যুদ্ধের চলচ্চিত্রের দৃশ্যের কথা আমার মনে পড়ে গেল, যেমন ব্রেভহার্ট এবং গ্লাডিয়েটর। | 道路にはだれもいなかったが、地平線に群集が見えた。 |
20 | আমার মনে হচ্ছিল আমরা ঠিক যেন পুরোনো সময়ের কোন এক যুদ্ধ ক্ষেত্রে রয়েছি। | 最初は抗議しているのかと思ったが、よく見たらみな黒服を着ており、黒い棒を握りしめながら我々に近づいてきている。 |
21 | পুলিশ যে লাইন বরাবর দাঁড়িয়ে আছে, সেই দিকে দৌড়ানোর ক্ষেত্রে আমি নিজেকে প্রথম ব্যক্তি হিসেবে আবিষ্কার করলাম। | わたしは昔の戦争映画のシーンを思いだした。 |
22 | শিঘ্রই সালামার কাহিনী বেদনায় পরিণত হয়। | たとえばブレイブハートやグラディエーターだ。 |
23 | এই গল্পে তার ভূমিকা পাল্টে যায়। | まるで昔の戦場そのものだった。 |
24 | যুদ্ধের একজন সাহসী বীর থেকে সালামা ঘটনার শিকারে পরিণত হয়: | 気がつくと、接近する警察に向かい我先にと走りよる人々の一人になっていた。 |
25 | আমার হাতে ছিল আমার প্রিয় আইফোনটি। | サラマのエッセイは急に厳粛なムードになる。 |
26 | আমি সে সময় ছবি তোলার বা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিলাম। | 彼はアクション・ヒーローから戦争の犠牲者のレポーターの役に変わるのだ: |
27 | এই অবস্থায় সংখ্যায় বিশাল একদল সৈনিক আমাকে ঘিরে ফেলে। | 愛用のiPhoneを手に、写真を撮りビデオを録画しようとしていたら、たくさんの兵士たちに囲まれ、棒で激しく殴打された。 |
28 | যারা আমাকে তাদের লাঠি দিয়ে ভয়াবহভাবে পেটাতে থাকে। আমার মাথায়, মুখে, পেটে এবং পায়ে প্রচণ্ড আঘাত করতে থাকে। | 打たれたせいで頭・顔・腹・足が痛い。 |
29 | সালামার উপর আঘাত করা চলতেই থাকে, তাকে রাস্তা থেকে টেনে বাইরে নিয়ে আসা হয় এবং সেখানে কয়েকবার পেটানো হয়: | 殴打は長引き、サラマは道路から引きずりだされ、何度もぶたれた。 |
30 | এরপর তারা আমাকে নিয়ে একটি ভবনে নিয়ে প্রবেশ করে। | そして感じのいい兵士たちに付き添われて、われわれはビルに入った。 |
31 | সুন্দর এই সব সেনারা আমাকে ঘিরে রাখে। একজন সেনা প্রবেশ করার গেটটি বন্ধ করে দেয়। | 彼は入り口を閉め、私の足をひっかけて転倒させた。 |
32 | সে আমার পা বেঁধে ফেলে এবং আমাকে মেঝেতে ফেলে দেয়, তারপর তারা নির্দয়ভাবে আমাকে পেটাতে শুরু করে। | そして、乱暴に手ひどく繰り返し殴打されたのだ。 |
33 | তিনি জানাচ্ছে, সে সময় তিনি ভাবতে শুরু করেন যে, তিনি বোধহয় সামাজিক প্রচার মাধ্যমের এক শহীদে পরিণত হতে যাচ্ছেন: | 彼が自分がソーシャル・メディアの標的になる様子も思い浮かべたと伝えている。 |
34 | আমি আমার পরিবারের কথা ভাবতে শুরু করলাম, এই বিষয়টি তাদের উপর কি ভাবে প্রভাব ফেলতে যাচ্ছে, সেই চলচ্চিত্রটির কথা, যা আমি এখনো শেষ করতে পারিনি, আমার জন্য ফেসবুকে যে পাতাটা খোলা হবে তার কথা, সে সময় আমি বিস্ময়ের সাথে ভাবছিলাম, সেই পাতার নাম, “আমরা সকলেই আমর সালামা” হবে কিনা। | |
35 | এছাড়াও আমার মনে হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ ক্ষেত্রে কি বিবৃতি প্রদান করবে। | 家族の姿を思い浮かべた。 |
36 | তারা হয়ত বলবে যে, দুর্ঘটনাক্রমে আইফোন পেটে চলে যাবার কারণে আমার মৃত্যু ঘটেছে | 家族への影響はどうなるのだろう。 |
37 | পরে কয়েকজন সৈনিক তাকে রক্ষা করে, তাদের সহায়তা তিনি এখান থেকে পালাতে সক্ষম হন। | 監督になったけれどまだ撮り終えていない映画のことも考えた。 |
38 | এরপর তিনি তার লক্ষ্যকে সুনির্দিষ্ট করেন। | きっとフェイスブック上でわたしの特集ページが作られるだろう。 |
39 | আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবিষ্কার করলাম তা হচ্ছে, এই সমস্ত বিষয় উপলব্ধি করা যে, জানলাম কেন আমাকে পেটানো হল, কেন আমি প্রতিবাদ করছি, আমি জানলাম যে কোন বিশেষ চিহ্ন বা জটিল কোন রাজনৈতিক দাবী দাওয়া ছাড়াই, কেন আমি এই ভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। | 題名は「わたしたちはみなアムル・サラマなのだ」となるのではないか。 |
40 | আমি এইসব কাজ করছি কারণ, আমি এক সুন্দর মিশরকে দেখতে চাই। | 内務省の通達についても想像した。iPhone を誤飲して死んだに違いないと発表するのだろう。 |
41 | একটি সুন্দর মিশর, যেখানে সরকারের উপর করো একচ্ছত্র ক্ষমতা থাকবে না। | 彼は逃げ出すことができた。 |
42 | এবং এক উন্নত মিশর, যেখানে সামাজিক কাঠামোতে কোন বিশাল ফাঁক থাকবে না। | 彼は自分の動機を特定している。 |
43 | নোরা শালাবাই, ফ্লিকারের একগাদা ছবি প্রদর্শন করছে, যা বিক্ষোভের বিভিন্ন অবস্থার দৃশ্য তুলে ধরছে। | Nora Shalaby は抗議活動のさまざまな側面が伺える Flickr上の写真集を提供している。 |
44 | রাতের বেলায় প্রাণশক্তিতে ভরপুর বিক্ষোভকারী এবং তাদের উদযাপনের দৃশ্য। | 人の群れや祝祭の様子をいきいきと描いた夜の写真だ。 |
45 | মুবারককে (তার প্রতীক হিসেবে একটি পুতুলকে) একটি খুঁটিতে ফাঁসি দেওয়া হয়েছে” নোরা শালাবাই। ২০১০, সকল অধিকার সংরক্ষিত, অনুমতির মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | 「柱につるされるムバラク」 Nora Shalaby, 2010, 無断複写・複製・転載を禁ず。 |
46 | আল জাজিরা একসাথে কিছু আবেগময় ভিডিওর সংকলন তৈরি করেছে যা “রাস্তার অপেশাদার ব্যক্তিদের ভিডিও”। | 許可の下に掲載。 |
47 | এইসব ভিডিও ছাদের উপর থেকে ধারণ করা হয়েছে” যার মধ্যে এক নাটকীয় ভিডিও রয়েছে, যা তুলেছে, মালাকএনদাউদ। | アルジャジャーラは過激な「アマチュアが路上で撮ったビデオ」を編集し、まとめを掲載している。malakndawood撮影の抗議者たちが給水車をひっくり返す劇的なビデオも含まれている。 |
48 | এটি দেখাচ্ছে জল কামান পরিবাহী গাড়ির ছিটানো পানিতে জনতা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
49 | v=OoKQLr439Ww&feature=player_embedded এমএফএমএজেইস এর ভিডিও, যেগুলো ছাদের উপর থেকে তোলা হয়েছে, সম্ভবত সেগুলো বিখ্যাত এই বিক্ষোভ চিত্রের বড় প্রতিচ্ছবি তুলে ধরেছে। | v=OoKQLr439Ww&feature=player_embedded |
50 | ২৫ জানুয়ারি এই ভিডিওর চিত্রটি মিশরের তিয়ানআনমেন স্কোয়ারের মুহূর্তকে প্রদর্শন করছে। একই রকম ক্যামেরা দৃষ্টিকোন থেকে: | 屋上から撮った MFMAegy のビデオは、有名な抗議活動のイメージがもっともよく反映されているかもしれない。 |
51 | এমএফএমএজেইস-এর ইউটিউবের স্ক্রিনশট। | 1月25日の様子を撮影したこのビデオはエジプト版の天安門の瞬間を同じようなカメラのアングルで撮影している。 |
52 | একজন প্রতিবাদকারী জল কামান পরিবাহী গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। | MFMAegyによるYoutubeのビデオのスクリーンショット。 |
53 | উইকিপিডিয়ার একটি প্রবন্ধের স্ক্রিনশট। | 抗議者が放水銃に向かいあっている。 |
54 | যা তিয়েনআনমেন স্কোয়ারের “ট্যাঙ্ক ম্যান” নামে পরিচিত বিক্ষোভকারীর, ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর দৃশ্যটি তুলে ধরছে। | 天安門広場が載っているウィキペディアの記事のスクリーンショット「戦車男」 |
55 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | この記事は特集エジプト大規模デモの一部である。 |