# | ben | jpn |
---|
1 | মিশরে জ্বালানী মূল্য শতকরা ৭৪ ভাগ বৃদ্ধি মিশরে জ্বালানি মূল্য দ্বিগুণ বৃদ্ধির একটি আদেশ কপি। | エジプト、燃料価格を78%も引き上げ |
2 | ছবি সূত্রঃ টুইটার @AhmedKheir জ্বালানী মূল্য বৃদ্ধি নিয়ে মিশরীয় নেটিজেনরা রাগে ফুঁসে উঠছেন। | 燃料価格を2倍以上に引き上げる通達の写し( @AhmedKheir のツイートより) |
3 | তারা বলছেন, এতে করে যাতায়াত খরচ, খাদ্যমূল্য এবং বিভিন্ন ধরনের সেবা মূল্য অনেক বেড়ে যাবে। | 燃料の値上げを受け、エジプトのネットユーザー達は息巻いている。 |
4 | কায়রোর একজন টুইটার ব্যবহারকারী আহমেদ খায়ের। টুইটারে তাঁর ২ হাজার ২ শত জন অনুসারী আছে। | 燃料価格が上がれば、交通機関も、食べ物も、様々なサービスもコスト増を免れられないと言う。 |
5 | তাঁর মতেঃ ৯২ অক্টেন গ্যাসোলিনের দাম শতকরা ৪০ ভাগ বেড়েছে | ツイッターに2200人のフォロワーを持つカイロ在住のAhmed Kheirは次のようにツイートした。 |
6 | ৮০ অক্টেন গ্যাসোলিনের দাম শতকরা ৭৮ ভাগ বেড়েছে | |
7 | মাইক্রোবাস এবং অন্যান্য যাতায়াত পরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম বেড়েছে শতকরা ৬৩ ভাগ সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদের ব্যবহৃত ৯৫ অক্টেন গ্যাসোলিনের দাম বেড়েছে শতকরা ৭ ভাগ | 92オクタンガソリン、40%値上げ 80オクタンガソリン、78%値上げ マイクロバスや輸送機関に使われているディーゼルは、63%値上げ 富裕層が使う95オクタンガソリンは、7%値上げ #social_justice |
8 | #সোশ্যাল_জাস্টিস রয়টার্সের প্রতিবেদনেও মূল্যবৃদ্ধির এই অংকগুলো তুলে ধরা হয়েছে। | ロイター通信も同じ数字を 報じた。 |
9 | প্রতিবেদনটিতে বলা হয়েছে, “মিশরের বাজেট ঘাটতি বাড়তে থাকায় জ্বালানী ভর্তুকির বোঝা দিন দিন বেড়েই চলেছে। | 報道によれば、値上げの理由はエジプト政府が「エネルギーに関わる補助金を削減し、財政赤字解消に向けた負担軽減を図る」ためだという。 |
10 | এই বোঝা কিছুটা কমাতে মিশরীয় সরকার জ্বালানী মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।” | 別のツイートで、Ahmed Kheirは次のように書いている。 |
11 | আরেকটি টুইটে খায়ের উল্লেখ করেছেনঃ | 政府は議会の無いうちに石油価格を2倍以上値上げしてしまった。 |
12 | সংসদের অনুপস্থিতিতেই তারা জ্বালানী মূল্য অর্ধেকের চেয়েও বেশি বাড়িয়েছেন। | 議会が休んでいるうちに、秘密裏に決定を下してしまった。 |
13 | গোপনে এক ছুটির দিনে বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। | これでは盗人の行いと同じではないか。 |
14 | এই সবগুলো পদক্ষেপই অনেকটা চোরের মতো নেয়া হয়েছে। পিটার রামেজের টুইটারে ৫০০ জন অনুসারী আছেন। | ツイッターで500名のフォロワーを持つPeter Ramezは、この値上げに関してエジプトのアブデルファタフ・シシ新大統領を批判し、次のように述べた。 |
15 | তিনি মূল্য বৃদ্ধির জন্য মিশরের নতুন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে দায়ী করে বলেছেনঃ | ガソリンを40%以上も値上げするなんて、馬鹿じゃないのか? |
16 | গ্যাসোলিনের দাম শতকরা ৪০ ভাগেরও বেশি বাড়িয়েছে নাস্তিকের দল? | 新大統領には天罰が下りますように。 |
17 | সৃষ্টিকর্তা আপনাদের উপর সুবিচার করুন। | 呪われて当然だ。 |
18 | যত অভিশাপ আপনারা পেয়েছেন তাঁর সবগুলোই আপনাদের প্রাপ্য। | これに加え、Ahmed Fathi El Badryは次のようにコメントした。 |
19 | আর আহমেদ ফাথি আল বদরি বলেছেনঃ | こんな決定が下った今となっては大統領を熱意をもって支持することに価値があるとは到底思えないね。 |
20 | আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্ত নেয়ার পর আপনাদের প্রতি জনগণের আর বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট থাকবে? | この決定は本当に、政治的、社会的な自殺行為だ。 |
21 | এটি নিঃসন্দেহে রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। | その他にも、ユーモアを交えて怒りをあらわにするユーザが相次いだ。 |
22 | অন্যান্যরা হাস্যরসের মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করেছেন। শায় সকর বারা ছদ্মনামধারীর টুইটারে সব মিলিয়ে ৮৩ হাজার অনুসারী আছে। | 8万3000名のフォロワーを持つ、Shay Sokar Bara(ユーザー名)は、次のようにツイートした。 |
23 | তিনি বলেছেনঃ | (前大統領のムハンマド)モルシ政権のときも反発しようがなかったよ。 |
24 | ভর্তুকি তুলে নেয়ার জন্য অথবা বিদ্যুৎ সংযোগ কেটে নেয়ার জন্য অথবা [আমার অর্থ সরকারকে] দান করে দেয়ার জন্য আমি [সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ] মুরসির বিরুদ্ধে বিদ্রোহ করিনি। | 補助金はなくなるし電気はこないし、有り金は政府に寄付させられているようなものだし。 |
25 | আমার কোন কিছু নেই এবং যদি আমি না বলি তবে তাঁর জন্য আমি জেলে যেতে চাই না। | 今回も一文無しで、ノーと言って牢屋へ入るのもごめんだしね。 |
26 | আরেকটি টুইটে তিনি উল্লেখ করেছেনঃ | 別のツイートでは、こんなことも書いている。 |
27 | মিশরীয়রা পেট্রোল স্টেশনগুলোর বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন। | エジプトでは皆ガソリンスタンドに行列を作って、値上げ前にタンクいっぱいガソリンを買うのだと言っている。 |
28 | লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে বলছেন, গ্যাসোলিনের দাম বেড়ে যাওয়ার আগেই তারা গাড়ির ট্যাংক ভরে নিতে চান। | 我々はなんと賢明な国民なのだろう。 |
29 | আমরা বেশ বুদ্ধিমান জাতি। | まるでそのタンクに詰めた燃料は永遠になくならないとでも言うようだ。 |
30 | ব্যাপারটি এমন মনে হচ্ছে যেন তাদের গাড়ির এই ট্যাংক কখনও খালি হবে না। | また、Hesham Mansourのジョークはこうだ。 |
31 | হাশেম মনসুর কৌতুক করে বলেছেনঃ | ガソリン値上げは政府の作戦だ。 |
32 | গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি একটি কৌশলগত সিদ্ধান্ত। | 燃料と電気を値上げしておけば、市民には焼身自殺する金も残らないという寸法だ。 |
33 | জ্বালানী এবং বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়ার পর সরকার নিশ্চিত করতে চায় যে নিজেদের গাঁয়ে আগুন ধরানোর মতো অতিরিক্ত অর্থ যেন নাগরিকদের কাছে না থাকে। | このツイートで思い起こされるのは、2010年12月にアラブの春の発端となった事件だ。 |
34 | এই টুইটটি আবার আমাদেরকে সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে যা ২০১০ সালের ডিসেম্বর মাসে স্ফুলিঙ্গ ছড়িয়ে উঠে আরব বিপ্লবকে প্রজ্বলিত করে তুলেছিল। | チュニジアの果物売りモハメド・ボアジジが自らの身体に火を付けた。 |
35 | তখন তিউনিসিয়ার ফল বিক্রেতা মোহাম্মাদ বোয়াজিজি নিজেকে আগুনে জ্বালিয়ে দগ্ধ করেছিলেন। | このMansouraの見せている映像は既にガソリンが品切れとなったガソリンスタンドに車が長蛇の列を作っている様子を映し出している。 |
36 | মনসুরার দেয়া এই ভিডিওটিতে একটি পেট্রোল স্টেশনে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। | エジプトの未来は、どうなるのだろうか。 |
37 | যার ফলে পেট্রোল স্টেশনটিতে গ্যাসোলিন শেষ হয়ে গেছেঃ মিশরীয়দের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে? | 校正:Yoshiki Oda |