# | ben | jpn |
---|
1 | আলোকচিত্রঃ ফিলিপিনে টাইফুনে বেঁচে থাকা লোকজন খাবার, পানি ও সাহায্যের জন্য মরিয়া | 写真:フィリピン、台風被災者の過酷な生活状況 |
2 | অন্যতম ক্ষতিগ্রস্ত প্রদেশ সামার-এর বালাংগিগার একটি রাস্তার চিত্র। | サマール、バランギガの通り。 |
3 | ছবি- ওটোনোমো এসআর আবেলার এমোনোর ফেসবুক থেকে। | 最も深刻な被害のあった地域の一つ。 |
4 | ফিলিপিন্সের সুপার টাইফুন হাইয়ান (ইওলান্ডা) কবলিত হয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীর মাঝে দ্রুততার সাথে এবং সঠিকভাবে সাহায্য পৌছাচ্ছে না। | 写真:Autonomo Sr Abellar Amano提供、フェイスブックより。 |
5 | বেচে যাওয়া অনেকেই অভিযোগ করছেন যে সরকার কর্তৃক প্রতিশ্রুত ত্রাণসামগ্রী তারা এখনো পান নি। | フィリピンの超大型台風ハイヤン(フィリピン名:ヨランダ)の被災者への救援が、適切にまた迅速に進んでいない。 |
6 | গত শুক্রবার ভিসায়াত দ্বীপে হাইয়ানের আঘাতে সৃষ্ট ঝড়ে ১,৫০০ জনেরও বেশি লোক নিহত হয়। | 彼らの多くが、約束された政府からの救援物資が未だ届かないと訴えている。 |
7 | দুর্গম এ তীরবর্তী শহরের প্রকৃত চিত্র এখন পর্যন্ত উন্মোচিত না হওয়ায় ধারনা করা হচ্ছে যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। | 先週の金曜日(訳注:11月8日)ビサヤ諸島を襲ったハイヤンは、高潮を引き起こし、その結果1500人以上の犠牲者を出した。 |
8 | সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে উদ্ধারকারী দল ও ত্রাণ বিতরণকারী দল ঐ জনগোষ্ঠীর কাছে এখনো পৌছাতে পারে নি। | しかし犠牲者の数は今後も増える可能性がある。 |
9 | লেটি প্রদেশের কয়েকটি শহর এবং টাকলোবান শহরে খাদ্যের জন্য মরিয়া জনগণ কর্তৃক সুপার মার্কেটে হামলা এবং চালের গুদাম লুঠ করার রিপোর্ট প্রকাশিত হয়। | 田舎の沿岸町の状況はいまだ明らかになっていないからだ。 |
10 | এর প্রতিক্রিয়ায় টাইফুন আক্রান্ত জনগোষ্ঠীতে সরকার আইন শৃংখলা বহাল এবং ত্রাণ সামগ্রী বিতরণ গতিশীল করার জন্য আরো বেশি পরিমান পুলিশ বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে। | 道路が損壊しているせいで、救助隊や支援団体が被災地域へアクセスできないでいる。 |
11 | ইতোমধ্যেই সামারে আতঙ্ক ছড়িয়ে পড়েছেঃ | 食料に困り、スーパーや米蔵に押し入る被災者もいる。 |
12 | সরবরাহ সংকটের কারণে সামারের কালবায়োগ শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে; মুদি দোকানগুলোতে আতংকিত হয়ে কেনাকাটা পরিলক্ষিত হচ্ছে @সোলারটিভিনিউজ #ইয়োলান্ডাপিএইচ | タクロバン市やレイテ島のいくつかの町では略奪が報告されており、それに応えて政府は救援物資の配給を迅速に行うとともに、台風で破壊された地域の秩序を回復するために、より多くの警察を動員すると約束した。 |
13 | প্যাট্রিক জেমস সোরনে (@ক্রিকটাপসেমাই) বলছেন: | しかしその最中でも、サマールでは買い占めが立て続けに起こっている。 |
14 | :-- টিভি আর ওয়াশিং মেশিন যখন চুরি করা হল তখন সেটা লুটে পরিণত হল। | 物資が乏しくなり、ほとんどの食料品店で買い占めが見られるサマール州カルバヨグ市に不安が漂う。 |
15 | #ইয়োলান্ডাপিএইচ #ফিলিপিন্স এর জন্যে দোয়া কর | @solartvnews #YolandaPH |
16 | ইসাবেলা দাজা (@ইসাবেলাদাজা) টুইট করেছেন: | 人々がテレビや洗濯機を盗む。 |
17 | শুনে কষ্ট পেলাম যে দুর্গতরা দোকান এবং এ টি এম মেশিন লুঠ করছে। | これは泥棒だ。 |
18 | এ সপ্তাহে ত্রাণ বিতরণের পরিকল্পনা করছি। | #YolandaPH #PrayForThePhilippines |
19 | দি ফিলিপিন স্টার (@ফিলিপিনস্টার) জানিয়েছেন: | 被災者がお店やATMを襲うまでになったと聞いて、本当に悲しい :( 今週、救助物資の配給がある予定。 |
20 | | Looters throw goods from a warehouse in Guiuan, E.Samar after rescue workers struggled to bring aid to survivors pic.twitter.com/0EtmGCQtDj- The Philippine Star (@PhilippineStar) 2013/11/12 |
21 | বেঁচে থাকাদের কাছে ত্রাণ পৌছানোর সংগ্রামে ত্রাণ কর্মীদের লিপ্ত হওয়ার পর পুর্ব সামার ও গুজুয়ানে লুণ্ঠনকারীরা গুদাম থেকে মালামাল নিক্ষেপ করেছে | 東サマール州のギワン。 救援隊が物資を被災者へ届けるのに難航しているのを受け、泥棒が倉庫から商品を投げる。 pic.twitter.com/0EtmGCQtDj |
22 | রেন্ডি ফেলিক্স মালায়ায়ো তার ফেসবুক পেজের মাধ্যমে টাইফুনে বেচে যাওয়া লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেনঃ | 被災者の一人であるRandy Felid Malayaoのフェイスブックページには、盗みを働く人を厳しい目でみないで、と国民にお願いしている記述がある。 |
23 | লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আমি একজন লুণ্ঠনকারী ছিলাম। | 泥棒だとそんなすぐに決めつけないで。 私も泥棒だ。 |
24 | আমি রেড ক্রসের জন্য ওষুধ লুঠ করেছি, শিশুদের জন্য দুধ ও খাবার লুঠ করেছি। | 赤十字の薬、ミルク、食べ物を子供たちのために盗んだ。 |
25 | ৪ ঘন্টা ধরে আমি হেটেছি, একটা খালি প্লাস্টিক বোতল দিয়ে সামান্য কিছু পানির জন্য ২ ফুট গর্ত করেছি। | 4時間歩いた所で60cmほど掘って、何か飲み物だけでも得ようと空のペットボトルを数個持って帰った。 |
26 | যারা ফ্ল্যাট স্ক্রিনের টিভি নিয়েছেন তারাও আমাকে পানীয় ও লুগাও (চালের পরিজ) সরবরাহ করেছে। | 薄型テレビを盗んだ人が、私に飲み物とおかゆをくれた。 |
27 | যাদের দেখে সাবেক সাজাপ্রাপ্ত বলে মনে হয়েছে তারাও আমাকে কিছু খাবার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। | 元受刑者のような風情の人々が食べるものをくれた。 ほとんどどんな時でも、本当に何か必要だと言えば彼らは進んで助けてくれる。 |
28 | যখন আপনার সত্যিই কিছু প্রয়োজন বলে লোকজনকে বোঝানো যায় তখন তারা সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। | この大災害の中、どれほど人がお互いを助け合っているのかは、ニュースにはならなかった。 |
29 | এই দুর্যোগের মধ্যেও কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে সে বিষয়গুলো সংবাদে আসে না। | 彼らを泥棒と呼ばないで、とMartha Villarosaは言う。 |
30 | মার্থা ভিলারোসা তাদেরকে লুণ্ঠনকারী না বলার জন্য আহবান জানানঃ | 泥棒? |
31 | লুণ্ঠণকারী? | そんな風に彼らを呼ぶ権利は誰にもない。 |
32 | তাদেরকে এ শিরোনামে ডাকার অধিকার কারো নেই। | 想像してみて。 |
33 | ঘর-বাড়ী হারানো, প্রিয়জন হারানো খাবার ও পানিবিহীন মানুষগুলোর জীবন কত কষ্টের তা একবার অনুভব করুন। | 多くの人々が家を失い、愛する人を亡くし、食べ物も飲み物もない。 それがどれだけつらいことか。 |
34 | আমরা বেঁচে আছি, নিরাপদে আছি এবং এখনও জীবনকে উপভোগ করছি সে কারনে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। | 自分が生きていて、安全で、まだ人生を楽しめることにただ感謝します。 |
35 | আসুন আমরা সবাই ইতিবাচক হই। | みんな前向きに考えましょう。 |
36 | এ অবস্থা থেক উত্তরণের জন্য আমাদের প্রয়োজন দেশের জনগনের সমর্থন ও দোয়া। | 私たちの同胞はみんな、これを乗り切るために私たちの支援や祈りを必要としているの。 |
37 | টাইফুন হাইয়ানের কারনে অনেক সড়ক বিধ্বস্ত। | 多くの道路が台風ハイヤンで被害を受けた。 |
38 | ছবি- অটোনোমো এসআর আবেলার আমনোর ফেসবুক থেকে | 写真:Autonomo Sr Abellar Amano提供、フェイスブックより。 |
39 | দেশের মুখ্য শিক্ষা কর্মকর্তা ব্রাদার আরমিন লুইস্ট্রো প্রশিক্ষকদের প্রতি নিচের এ বার্তা প্রেরণ করেছেনঃ | フィリピンの教育省トップ、アルミン・ルイストロは、教育者たちにこんなメッセージを発信した。 |
40 | জনগণের দিকে আমাদের প্রথমে তাকানো উচিত। | まず救助活動が先決です。 |
41 | সম্পত্তির ক্ষয়- ক্ষতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই- এটা নিয়ে আমরা পরে ভাববো। | 物損は気にしないで。 それは後で対応します。 |
42 | খারাপ দিকটি হল আমরা জনগনের দিকে না তাকিয়ে কতগুলো ভবন আর গাছ ক্ষতিগ্রস্ত হল তা নিয়ে ভাবতে শুরু করেছি। | 最悪の事態は、建物や倒れた木ばかりを見て、人命を軽視することだから。 |
43 | দ্বীতিয়তঃ আমাদের শিশুদের আবারো বিদ্যালয়ে পাঠানো উচিত। | それから、子供たちを学校へ戻しましょう。 |
44 | শিশুদের ক্ষতি কাটানোর সবচেয়ে ভাল উপায় হল যত দ্রুত সম্ভব তাদেরকে তাদের রুটিনের মধ্যে ফিরিয়ে আনা- তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। | 子供たちにとっての一番の復旧は、できるだけ早く彼らの習慣に戻してあげること--すなわち、学校へ行かせることです。 |
45 | এখনই তাদের ক্লাশ শুরু করার প্রয়োজন নেই। | すぐに授業を行う必要はない。 |
46 | তাদেরকে খেলতে দিন। | 遊ばせておけばいいのです。 |
47 | তারা কাজকর্ম করুক। | アクティビティをしましょう。 |
48 | এটম আরাউল্লো (@এটমআরাউল্লো) উল্লেখ করেন যে টাকলোবানে যোগাযোগ সিগন্যাল আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছেঃ | Atom Araulloは、タクロバンの通信手段は一部回復してきていると述べた。 |
49 | টাকলোবানে নিরাপদে আছি! | タクロバンは安全だ! |
50 | টেলিযোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। | 通信サービスも徐々に復旧しつつある。 |
51 | ধ্বংসযজ্ঞ ব্যাপক। | 荒廃は凄まじい。 |
52 | সব ধরণের সাহায্যই মানুষের প্রয়োজন। | ここの人々はできるだけ支援を必要としている。 |
53 | ত্রাণ কার্যক্রমে আরো বেশি সংখ্যক ফিলিপিনো যুক্ত হয়েছেঃ | 救助活動に参加するフィリピン人が続々増えてきている。 |
54 | ডেল এনজি (@ডেলএনজিলেং) বলেছেন: | こんなに多くの人々が救援活動のために尽力してくれるのを見るのは、本当に心が温まる。 |
55 | এটা খুবই হৃদয়গ্রাহী যে অধিক সংখ্যক জনগণ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। | こうやってマスコミに感謝する時が来たよ。 |
56 | এ সময়ে আমি সামাজিক মিডিয়াকে ধন্যবাদ জানাই | 損壊したパロ市、フィリピン大学レイテキャンパス。 |
57 | পালোতে অবস্থিত ইউনিভার্সিটি অব দি ফিলিপিন্সের লেটি ক্যাম্পাস ঝড়ে বিধ্বস্ত। | 写真:Cleve Kevin Robert Arguelles提供、フェイスブックより。 |
58 | ছবি- ক্লিভ কেভিন রবার্ট আরকুএলেস এর ফেসবুক থেকে প্রাপ্ত | 東サマールのギワン。 ここは公立の学校で避難所。 |
59 | ডেভিড ওয়াই সান্টোজ (@ডেভিডোয়াইসান্টোজ) জানান: | 現在残されているのはこれだけ。 |
60 | পুর্ব সামারের গুজুয়ানের সরকারি বিদ্যালয় এবং উদ্ধার কেন্দ্র। | @solartvnews pic.twitter.com/2YXI6hxbmF |
61 | | Panoramic view of #YolandaPH destruction of Basey town in Samar @solartvnews pic.twitter.com/4lRg8j60Jp- Rex Remitio (@Rexremitio) 2013/11/12 |
62 | ঝড়ের পরে বর্তমান অবস্থা। @সোলারটিভিনিউজ pic.twitter.com/2YXI6hxbmF | ヨランダが破壊したサマール、バセイ町の全景@solartvnews pic.twitter.com/4lRg8j60Jp |
63 | রেক্স রেমিটিও (@রেক্সরেমিটিও) টুইট করেন: | Frank Cimatuは、回復力という言葉を私たちに思い出させ、その意味について警笛を鳴らしている。 |
64 | #ইয়োলান্ডাপিএইচ সামারের ধংসপ্রাপ্ত বেসি শহরের দৃশ্য @সোলারটিভিনিউজ pic.twitter.com/4lRg8j60Jp | 回復力という言葉の本当の意味を知っているだろうか? |
65 | স্থিতিস্থাপকতার অর্থ বিষয়ে ফ্র্যাঙ্ক সিমাটু আমাদের সতর্ক করেন ও স্মরণ করিয়ে দেনঃ | これから一ヶ月、二ヶ月すると、人々はこのことを忘れてしまっているだろう。 |
66 | স্থিতিস্থাপকতার অর্থ কি আপনারা জানেন? | 配給されていた食糧は止まり、被災者たちは自力での生活へ戻っていく。 |
67 | এখন থেকে দুই এক মাসের মধ্যে সম্ভবতঃ সবাই চলে যাবেন, বিনামুল্যে আসা খাদ্য বন্ধ হয়ে যাবে, জনগণকে নিজেদেরই খাবার জোগার করতে হবে, যখন তারা অনুভব করতে পারবে যে কি ঘটেছে এবং কি সঞ্চিত আছে তখন ঘুর্নিঝড় এর পূর্ণ মাত্রার আক্রমন করবে। | そして何が起こったのか、自分たちにどんな未来が待っているのか、彼らは一気に気づくのだ。 その時、彼らは本当の意味での回復力というものを知るのだろう。 |
68 | স্থিতিস্থাপকতার প্রকৃত অর্থ তখন তারা উপলব্ধি করতে পারবে। | 校正:Rie Tamaki |