# | ben | jpn |
---|
1 | ক্রিমিয়ায় সজীবতা আনয়নকারী নাটালিয়া পোকলন্সকায়ার সাথে পরিচিত হোন | クリミア新検事総長、日本とロシアで「かわいすぎる」キャラクター化 |
2 | একটি এনিমে চরিত্রে নাটালিয়া পোকলোন্সকিয়া। | ナターリア・ポクロンスカヤのアニメキャラクター。 |
3 | ছবিঃ অনলাইন থেকে পাওয়া। | インターネットで広まっている。 |
4 | ক্রিমিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকারের নতুন নিয়োগ করা প্রসিকিউটর জেনারেল নাটালিয়া পোকলন্সকায়া রুনেটের হৃদয় ও মন দখল করেছেন এবং বিস্ময়করভাবে জাপানকে কৌশলে হস্তগত করেছেন। | クリミアの分離主義政府から指名された、新任の検事総長ナターリア・ポクロンスカヤ氏が、ロシアのインターネット民の心をとらえている。 |
5 | ১১ মার্চ তারিখে তাঁর দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের প্রেস কনফারেন্সের একটি ভিডিও ইউটিউবে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ দেখেছে। | そして驚くべきことに、日本でもだ。 |
6 | হয়তোবা তাঁর দপ্তরের গাম্ভীর্যের সাথে তাঁর বেমানানসই তারুণ্য ভরা উপস্থিতির (তাঁর বয়স আসলে ৩৩ বছর) কারনেই এত লোক এই ভিডিওটি দেখেছে। | 3月11日に行われた彼女の就任記者会見の動画がYouTube上で100万回以上視聴された。 |
7 | সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন নাটালিয়া। ইউটিউব স্ক্রিনশট। | ひょっとしたらこれは、深刻な彼女の仕事場とは対照的な若い見た目の組み合わせのせいかもしれない(事実彼女は33歳である)。 |
8 | এখনও নতুন চেহারা কিন্তু অত্যন্ত কঠোর পকলন্সকায়া চারপাশে অনেক মাইক্রোফোন বেষ্টিত হয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। | ナターリア・ポクロンスカヤが会見で話している様子。 |
9 | জাপানিজ এবং রাশিয়ান ফান-আর্ট এর জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। | YouTubeのスクリーンショットより。 |
10 | এসব চিত্রকর্মের বেশিরভাগই মাঙ্গা (জাপানিজ চিত্র গল্প সম্বলিত বই) চিত্র-শৈলীতে আঁকা হয়েছে। | 若々しくも厳格なポクロンスカヤのマイクに囲まれ会見で話している様子は日本とロシアのファンアート(訳注:二次創作)の作者たちにインスピレーションを与えた。 |
11 | ছবিগুলোতে কিম্ভূতকিমাকার ভাবে পকলন্সকায়ার জনসমক্ষে প্রথম আত্মপ্রকাশ করার “আকর্ষণীয়” অথবা “কাওয়াই” দিকটির উপর বেশি জোর দেওয়া হয়েছে। | ほとんどの絵は日本のマンガ風に描かれており、不気味なほど過剰にポクロンスカヤの外見の「かわいらしさ」が強調されている。 |
12 | জাপানিজ মাঙ্গা চিত্রশিল্পীদের ভান্ডার পিক্সিভে [জাপানিজ] ছবিগুলো প্রথম প্রকাশ করার পর খুব দ্রুত সেগুলো রুনেট ফোরাম এবং পিকাবু ডট আরইউ [রুশ] এর মতো ছবিমঞ্চগুলোতেও ছড়িয়ে পড়েছে। তাদের নিজেদের অনুকরণপ্রিয় একই জিনিসের ভিন্ন ভিন্ন রুপকে উৎসাহিত করে ছবিগুলো খুব দ্রুত ছড়িয়ে দেওয়া হয়েছে। | 日本のマンガアーティストが集まる Pixiv [jp]に初めて登場した後、その絵はロシアのインターネット上のフォーラムやPikabu.ru [ru]のような画像掲示板に広まり、クリエイターの想像力を刺激してそれぞれに独自の進化をとげた。 |
13 | পকলন্সকায়া গত ২০ মার্চ তারিখে তাঁর টুইটার একাউন্ট খুলেছেন। | ポクロンスカヤは自身のファンアートを3月20日に始めたツイッターで認めているようだった。 |
14 | তাঁর টুইট দেখে মনে হচ্ছে তিনি এই ফান-আর্ট ছবিগুলোকে সমর্থন দিয়েছেনঃ | 応援と絵をありがとう。 |
15 | আপনাদের সমর্থন এবং এই চিত্রকর্মগুলোর জন্য অনেক ধন্যবাদ। | どの絵もすばらしいわ |
16 | সবগুলো চিত্রকর্মই বেশ সুন্দরঃ) | もちろん、このツイッターアカウントが偽物である可能性は大いにある。 |
17 | অবশ্য টুইটার একাউন্টটি মিথ্যা একাউন্ট হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছেঃ ১৯ মার্চ তারিখে দেয়া একটি সাক্ষাৎকারে [রুশ] পকলন্সকায়া বলেছেন, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কোন একাউন্ট নেই। | 3月19日のインタビュー(interview [ru])でポクロンスカヤはツイッターのようなソーシャルネットワークにアカウントを持っていないと話した。 |
18 | যদি তাঁর একাউন্টটি মিথ্যা হয়ে থাকে, তবে ক্রিমিয়ান প্রধানমন্ত্রী সার্গেই আকসিওনোভ এবং তাকে মিলিয়ে দুইটি মিথ্যা টুইটার একাউন্ট (@সার্গেইআকসেনোভ এবং @আকসেনোভক্রিমিয়া) দিয়ে একটি ভাল সঙ্গ তৈরি করা হয়েছে বলে ধরে নেওয়া যায়। | もし偽物なら、偽物の可能性が高いクリミアのセルゲイ・アクショノフ首相の2つのツイッターアカウント(@sergyaksenovと@AksenovCrimea)と似たようなものだろう。 |
19 | কেননা ক্রিমিয়ার প্রধানমন্ত্রীও দাবি [রুশ] করেছেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। | 彼もソーシャルネットワークは使っていないと話していた。 |
20 | মাঝে মাঝে রাশিয়ান টুইটারে মিথ্যা একাউন্ট দ্রুত ছড়িয়ে থাকে। | ロシアでの偽ツイッターの増加は時におかしな不条理の崩壊を起こしている。 |
21 | এতে করে বাইরের চাপে ভিতরের দিকে আনন্দ উল্লাসপূর্ণ উদ্ভট উক্তি ও কার্যকলাপের স্ফোটন ঘটতে থাকে। গতকাল রামজান কাদিরোভের মিথ্যা টুইটার একাউন্ট পোকলন্সকায়া একাউন্টকে প্রশ্ন [রুশ] করেছে, তাঁর একাউন্টটি মিথ্যা (তাঁর জবাবে ব্যক্তিটি টুইট করেছে, না) কিনা ? | 先日ラムザン・カディロフ氏(訳注:第三代チェチェン共和国首長)の偽ツイッターがポクロンスカヤのアカウントも偽アカウントなのか尋ねた [ru](ツイートしている人物は否定した)。 |
22 | সত্যিকারের পোকলন্সকায়া অনুমোদন করল কিনা, সেটা বিবেচনা না করে চলুন সেই চিত্রকর্মগুলোর দিকে দৃষ্টি দেই। | 本物のポクロンスカヤが認めるかどうかに関わらず、これらの絵がとても性差別的だと解釈されうるという忠告と絵の方に話を移そう。 |
23 | ছবিগুলো যে যোগ্যতা দিয়ে আঁকা হয়েছে, তাতে করে এগুলোকে অবিশ্বাস্য রকমের যৌন বৈষম্যবাদী করে তোলা যেতঃ | 右の絵のポクロンスカヤは「法」と描かれた剣を持ち、右派カラーの蛇の頭に突き刺している。 |
24 | ডানের ছবিতে নাতালিয়া “আইন” লিখা একটি তরবারি ধরে আছেন, যেটি একটি ডান-পন্থি রঙের সাপের মাথায় বিধে আছে। | アーティストはロシア人だろう。 |
25 | ছবিটির শিল্পী সম্ভবত রুশ। | この画風はチビと呼ばれている。 |
26 | এই ধরণের ছবি আকার কৌশলকে বলে ছিবি। ইউনিফরমের রং এখানে একই ধরণের | この絵の制服の色違うけど、誰も気にしてないよね! |
27 | এখানে রয়েছে আরও কিছু | また別の絵たち |
28 | এবং অবশ্যই প্রয়োজনিয় “কাট-গার্ল” চিকিৎসা | ネコ娘はもちろん必須だよね。 |
29 | এখানে পোক্লান্সকিয়া নিজেকে ডেটিং সিমুলেশন হিসেবে আবিষ্কার করেছেন | この絵では、ポクロンスカヤはデートシュミレーションゲームの相手役。 |
30 | এবং মেটা-মেমেতে, তিনি পুতিনের স্নেহ পাবেন। | もっと捻りを入れたバージョン。 |
31 | অবশেষেঃ ‘আমাদের বিজয় হবে' | なんとプーチンの嫁。( |
32 | একটি কঠিন এবং বিপদজনক কাজের জন্য একজন পেশাদার নারীর আপত্তিকর কর্মকাণ্ডের মুহূর্তকে এক পাশে রেখে যদি খেয়াল করি, তবে এই বদ্ধ ধারণা পকলন্সকায়াকে একজন সহজাত ক্রিমিয়ান নেতার প্রয়োজনীয়তা অনুভব করাতে পারে। | 訳注:アニメファンなどが、一番のお気に入り女性キャラクターを「嫁」とよび、親愛の情を示すことがある) |
33 | যদিও এখন তারা যখন স্বয়ং পুতিনের সাথেই প্রতিযোগীতায় লিপ্ত হবেন, তখন হয়তোবা তাদের পক্ষে একজন সহজাত ক্রিমিয়ান নেতা হয়ে ওঠা বেশ কঠিন ব্যাপার হয়ে উঠবে। | 最後に、「勝利は我がものニャ」 |
34 | কেননা এ বিষয়টি চিন্তা করেই তাদেরকে মনোনীত করা হয়েছে। | 校正:Izumi Mihashi |