Sentence alignment for gv-ben-20110520-17509.xml (html) - gv-jpn-20110601-6950.xml (html)

#benjpn
1কেনিয়াঃ শান্তিতে ঘুমাও, স্যামুয়েল ওয়ানজিরুケニア:サムエル・ワンジルへの冥福の祈り
2পৃথিবী আজ সকালে বিশ্বের অন্যতম সেরা এক ম্যারাথন দৌড়বিদের মৃত্যুর খবরে জেগে উঠে।今朝、マラソン界有数のトップランナーの訃報で世界は目が覚めた。
3কেনিয়ার স্যামুয়েল ওয়ানজিরু যিনি তার দেশের হয়ে প্রথম বেইজিং অলিম্পিক প্রতিযোগিতার ম্যারাথন দৌড়ে স্বর্ণপদক জিতেছিল এবং শিকাগো আর লন্ডনের মত প্রধান সব ম্যারথন দৌড়ে রাজত্ব করেছে, সে তার বাড়ীর দোতালার বারান্দা থেকে লাফ দেবার সময় পড়ে গিয়ে নিহত হয়।ケニアのサムエル・ワンジルは北京オリンピックにおける同国初の金メダリストであり、シカゴマラソンとロンドンマラソンをも続いて制した。 そして、自宅2階のバルコニーから飛び降り死亡した。
4লাইকস পোর একটা ক্রীড়া ব্লগ, তারা সংবাদ প্রদান করছে:スポーツブログLikespor'のレポート:
5কেনিয়ার স্থানীয় পর্যায় থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে অলিম্পিক ম্যারাথন বিজয়ী স্যামুয়েল ওয়ানজিরু তার বারান্দা থেকে হুমড়ি খেয়ে পড়ে মারা গেছেন।オリンピックマラソン優勝者の Samuel Wanjiru がバルコニーから転落し死亡した、と彼の地元ケニアで報道された。
6পরে কেনিয়ার সামরিক বাহিনী ধারণা দেয় যে, তার স্ত্রীর সাক্ষ্য অনুসারে, ২৪ বছর বয়স্ক এই দৌড়বিদ রোববার রাত ১১ টার সামান্য পরে, বাড়ীর বারান্দা থেকে লাফিয়ে পড়ার ফলে মারা যায়।彼の妻との実況見分の後にケニア軍警察が示唆したのは、日曜日午後11時過ぎに24歳の彼が自らの死に向かって飛び降りたことであった。
7স্যামুয়েল ওয়ানজিরু- ২০০৮-এর বেইজিং অলিম্পিকে (www.mzungofire.blogspot.com-এর সৌজন্যে)彼の妻と実況見分した後に、ケニア軍警察は、彼は日曜日午後11時過ぎに飛び降りて24年の生を閉じたと示唆した。
8এই পোস্টে অন্য সব ম্যারাথন দৌড়বিদ-ও মন্তব্য করেছে, যারা তার মৃত্যু নিয়ে টুইট করেছে।サムエル・ワンジル - 2008年北京オリンピック (www.mzungofire.blogspot.comより無料提供)
9তাদের মধ্যে একজন হচ্ছে রায়াহ হাল।この記事では、ほかのマラソンランナーの彼の死に関するつぶやきも引用している。
10সে লিখেছেঃそのうちの1人Ryah Hallはこう書いている:
11স্যামি ওয়ানজিরুর ঘটনা শুনে খুব মন খারাপ হয়ে গেল।Samuel Wanjiru のニュースを聞いて悲しみに暮れている。
12সে ছিল এক প্রবাদ প্রতিম দৌড়বিদ এবং বয়সে ছিল তরুণ।彼は神話であり、まだとても若かった。
13ব্রিটেনের দুরপাল্লার দৌড়বিদ মো ফারাহ টুইট করেছেঃイギリスの遠距離ランナー Mo Farah はこうつぶやいた:
14স্যামি ওয়ানজিরুর খবর শুনে মন খারাপ হয়ে গেল।Samuel Wanjiru のニュースを聞き、とても悲しい。
15সে ছিল এক খ্যাতনামা দৌড়বিদ এবং এখনো যথেষ্ট তরুণ।彼は伝説で、まだとても若かった。
16নীরজ ভুষন, ভারতের একজন ব্লগার এবং সাংবাদিক, তার যেন এই কথা গুলো বলার ছিল: আহ!インドで活動するブロガーでジャーナリストの Neeraj Bhushan はこうコメントした:
17যদি সে বুঝতে পারত জীবনটাও একটা ম্যারাথন দৌড় এবং তাকে এই দৌড়ে জিততে হবে, শান্তিতে ঘুমাও, হে তরুণ।人生そのものがマラソンであることと、そして彼がそれに勝ったことを知っていてくれたなら。
18সোয়া ২০০৮ বিজয়ী স্যামুয়েল ওয়ানজিরু- (সোয়ার সৌজন্যে প্রাপ্ত)若者よ、安らかに眠りたまえ。
19স্পোর্স্টস কেনিয়া স্যামুয়েলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে।2008年にSOYAを勝ち取ったサムエル・ワンジル - (SOYA より無償提供)
20স্যামুয়েলের প্রধান প্রধান যে সব অর্জন করেছে, তার এক বিস্তারিত এক বর্ণনা করছেঃSportsKenyaは Samuel の主な功績をまとめて、熱烈な弔辞を述べた:
21তার জীবনের বিস্তারিত সব অর্জন আমাদের প্রদর্শন করে যে, সে কেনিয়ার অন্যতম এক সেরা ম্যারাথন দৌড়বিদ পরিণত হতে যাচ্ছিল, যার ফলে ২০০৫ সালে বছরের সবচেয়ে সেরা প্রতিশ্রুতিশীল দৌড়বিদের পুরষ্কার সে লাভ করে।彼の人生を簡単に表すと、ロッテルダムハーフマラソンで世界新記録を樹立して優勝し、2005年最優秀スポーツマン・オブ・ザ・イヤーを受賞、 ケニアを牽引するマラソン選手の1人となった。
22একই বছর রটারডামের হাফ ম্যারাথন নামে পরিচিত দৌড় প্রতিযোগিতায় রেকর্ড গড়ে সে বিজয়ী হয়।続いて北京オリンピックでケニア人初となるマラソン優勝を果たし、同年のロンドンマラソンでは準優勝に輝き、ライバル達に警鐘を鳴らした。
23সে প্রথম কেনিয়ার নাগরিক, যে বেইজিং অলিম্পিক প্রতিযোগিতার ম্যারাথন দৌড়ে স্বর্ণ পদক লাভ করে এবং একই বছরে লন্ডন ম্যারাথনে ২য় স্থান অধিকার করে সে তার প্রতিদ্বন্দ্বীদের জন্য এক সতর্ক বার্তা পাঠায়।しかしながら最期の大きな偉業はシカゴマラソンで、ゴール前の数マイルをエチオピアの Tsegaye Kedebe と抜きつ抜かれつのデッドヒートの末に優勝したことだ。
24অন্যতম প্রধান যে প্রতিযোগিতায় সর্বশেষ সে শিরোপা জিতেছিল সেটি ছিল শিকাগো ম্যারাথন, যেখানে সে বিশেষ ভাবে এই প্রতিযোগিতা জয় লাভ করে, কারণ শেষ কয়েক মাইল তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল ইথিওপিয়ার দৌড়বিদ তাসেগায়ের কেদাবে। অন্য যে সমস্ত প্রধান প্রতিযোগিতা সে জিতেছে, সেগুলো হল ২০০৮ সালে কেনিয়ার সেরা ক্রীড়াবিদের পুরষ্কার; ২০০৮ সালে এইমস/এসাআইসিএস-এর বিশ্বের ক্রীড়াবিদের পুরষ্কার (পুরষ্কার এসাআইসি-এর সৌজন্যে) ২০০৯ সালে লন্ডন এবং শিকাগো ম্যারাথন ২০১০ সালে শিকাগো ম্যারাথন তার এই সব অর্জনের ফলে জাপান থেকে তাকে স্পন্সর করা হয় এবং প্রতি দৌড়ে অংশ নেবার জন্য তার অর্থের পরিমাণ ৫০,০০০ -থেকে ১০০,০০০ মার্কিন ডলার করা হয়।その他の主な受賞歴: 2008年 スポーツマン・オブ・ザ・イヤー - ケニア 2008年 AIMS/ASICS 世界アスリート・オブ・ザ・イヤー(Asics協賛) 2009年 ロンドン、シカゴマラソン優勝 2010年 シカゴマラソン優勝 この功績により彼は日本から主なスポンサーを確保し、また参加懸賞金として50,000ドルから100,000ドルをレースごとに得た。
25এর আগের এক পোস্টে স্পোর্টস কেনিয়া তাকে ২০১০ সালের অন্যতম সেরা অর্থ উপার্জনকারী ক্রীড়াবিদ হিসাবে তালিকাভুক্ত করে।SportsKenyaは以前の記事で、2010年最も収入の高いスポーツマンとして彼をランクインした。
26জীবিত থাকা অবস্থায় আমরা এইসব বিষয় সম্বন্ধে খুব সামান্য জানতাম।その記事が彼の存命中の最期の記事になるとは知らずに。
27কেনিয়ান ব্লগার মোম্বাসা৪১১ সংবাদ প্রদান করেছে যে প্রাথমিক তদন্ত নির্দেশ করছে যে তার আত্মহত্যার কারণ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া:ケニアのブロガー Mombasa411 の報道によれば、彼の死の原因が夫婦喧嘩であると当初の捜査でわかった。
28ওমবাতি বলছে, যে ক্রীড়াবিদের স্ত্রী ত্রিজা নেজেরি বাসায় ঢুকে তাদের বিছানায় ক্রীড়াবিদকে অন্য নারীর সাথে আবিষ্কার করে।地元警察署長Ombati によれば、妻である Triza Njeri は帰宅してワンジルが別の女性と寝室にいるのを見つけた。
29নেজেরি এরপর বেডরুমের দরজায় তালা লাগিয়ে দুজনকে সেখানে আটকে রাখে এবং বাসা থেকে নিজে দৌড়ে বের হয়ে যায়।Njeriは鍵を閉めて2人を寝室に閉じ込め、外に走り出た。
30এর পরপরই ওয়ানজিরু বাড়ীর বারান্দা থেকে লাফ দেয়।そしてワンジルはバルコニーから飛び出した。
31ওমবাতি বলেন, নেজেরি এবং ওয়ানজিরু সঙ্গিনী এই মৃত্যুর বিষয়ে পুলিশকে সহায়তা করছে।Njeriとその場にいた女性は死因特定の為、警察の捜査に協力している、と Ombati は言う。
32একই সূত্র নির্দেশ করছে যে ওয়ানজিরু কেনিয়ার রিফট ভ্যালি প্রভিন্স নামক প্রদেশের নাকুরু- নামক এলাকার এক পানশালায় মদ্যপান করে এবং পরে নায়াহুরুহুরু-তে তার বাসায় ফিরে আসেন।情報によれば、ワンジル はケニアのリフトバレー地区のナクルのパブで一日酒を飲み、自宅のある Nyahururu に向かった。
33সুত্র আরো জানাচ্ছে উক্ত ক্রীড়াবিদ তার জীবনের শেষ আহার শহরের ‘টাস' নামক জায়গার গ্রহণ করে, এরপর সে মার্থা নামের পতিতা-কে তার বাসায় নিয়ে যায়।更には Tas という場所で最期の食事をとり、Martha と言う名の売春婦を連れて家に帰り、そして妻が二人を見つけ、売春婦と口論になったと言われている。
34এর সাথে এ রকম আলোচনা হচ্ছে, যখন তার স্ত্রী উভয়কে হাতেনাতে পাকড়াও করে, সে সময় তার স্ত্রী এবং উক্ত পতিতার মধ্যে তুমুল ঝগড়া হয়।この報道もツイッターのヘッドラインとなり、すぐに最もホットな話題になった。
35এই সংবাদটি টুইটারের শিরোনামে পরিণত হয়েছে, #স্যামুয়েলওয়ানজিরু হ্যাশট্যাগ এর মাধ্যমে তা সহজেই এক আলোচিত বিষয়ে পরিণত হয়।ハッシュタグは#SamuelWanjiru である。 伝説のエチオピア人マラソンランナーHaile Gebrselassieの反応:
36এই বিষয়ে ইথিওপিয়ার প্রবাদ প্রতিম দৌড়বিদ হাইলে গেব্রেলসেলেসির প্রতিক্রিয়া:Sammy Wanjiru の死に関するニュースは全くもってショックだ。
37স্যামি ওয়ানজিরুর মৃত্যুতে আমি একেবারে হতবাক হয়ে গেছি।その他ツイッターユーザーのコメント:
38এই বিষয়ে অন্য সব টুইটার ব্যবহারকারীরাও মন্তব্য করেছে:@ggithu: オリンピック優勝者の Wanjiru が転落死した…..
39@গিগিথুঃ : পড়ে গিয়ে অলিম্পিক বিজয়ী ওয়ানজিরু মারা গেছে……খুব বেদনাদায়ক এক ঘটনা, শান্তিতে ঘুমাও স্যামি, আমার তোমার অভাব অনুভব করব।とても悲しい。 サミー、冥福を祈ります、寂しくなるよ。
40@মোনেসিলিওঃ ওয়ানজিরুর ঘটনায় হতবাক… সে ছিল ভবিষ্যৎ, ম্যারাথনে বিশ্ব রেকর্ডধারী শান্তিতে ঘুমাও।@Monecillo: ワンデルのことがショックだ…将来の世界記録保持者だったのに。
41@লাকিকিমঃ শান্তিতে ঘুমাও#স্যামুয়েল ওয়ানজিরু।冥福を祈ります。
42এক অসময়োচিত, অপ্রয়োজনীয়, খুবই খারাপ ধরনের এক মৃত্যু।@Lucykims:#SamuelWanjiruよ、安らかに。
43ক্যাপিটালএফএম_কেনিয়াঃ যে মেয়েটি#স্যামুয়েলওয়ানজিরুর সাথে তার বাসায় গিয়েছিল সে এক মদ সরবরাহকারী বালিকা, সে বাকী ১৩,০০০ শিলিং নিয়ে আসার জন্য ওয়ানজিরুর সাথে গিয়েছিল-পুলিশ若く不必要な死は最悪の出来事だ。 @CapitalFM_kenya: #SamuelWanjiruと一緒にいた女性はバーの店員で、未払いの13,000シリングを集金に行った。- 警察
44@ডার্টিলাক্সারি (ভিভিয়ান): তার ব্যক্তিগত জীবনের ঘটনা সত্বেও #স্যামুয়েলওয়ানজিরু অভাব অনূভুত হতে থাকবে, সে তার কাজের মাধ্যমে সুন্দরভাবে কেনিয়াকে উপস্থাপন করত।@dirtyLuxury (Vivian): 彼の個人的な人生には関係なく、#SamuelWanjiruは惜しまれる事だろう。 彼はマラソンにおけるケニアの偉大な代表だ。
45শান্তিতে ঘুমাও।冥福を祈ります。
46@এনিগমাহ_ডিজেঃ যখন সকলে কথা বলে এবং সকলে শুনে, তখন সব সময় সত্য হারিয়ে যায় #স্যামুয়েলওয়ানজিরু@Enigmah_dj: 様々な話が出て様々な情報が耳に入るけれど、#SamuelWanjiruを惜しむ気持ちが常に表明されるのは確かだ。
47@ওয়ামাথাইঃ শান্তিতে ঘুমাও #স্যামুয়েলওয়ানজিরু, তুমি নিখুঁত ছিলে না, কিন্তু তুমি ছিল অবিশ্বাস্য এক দৌড়বিদ@wamathai:#SamuelWanjiruへ、 冥福を祈ります。 君は完璧ではなかったけれど、素晴らしかった。
48@মাইকয়াওয়াম্: কেবল এক ভাবনা মাত্র, আমরা এই সপ্তাহে সকল ক্রীড়া প্রতিযোগিতায় এক মিনিট নিরবতা পালন করে #স্যামুয়েলওয়ানজিরুকে সম্মানিত করব।@maikwamno: ちょっと思ったんだけど、今週のスポーツイベントの前には#SamuelWanjiruに黙祷を捧げるべきだ。
49শান্তিতে ঘুমাও স্যামুয়েল ওয়ানজিরুサムエル・ワンジルよ、安らかに眠りたまえ。