Sentence alignment for gv-ben-20101225-14192.xml (html) - gv-jpn-20110119-3631.xml (html)

#benjpn
1তিউনিশিয়া: বেকার এক যুবকের আত্মহত্যার প্রচেষ্টা দাঙ্গার সূত্রপাত করেছেチュニジア:失業中の男の自殺未遂が暴動に火をつける
2বেকারত্বের প্রতিবাদে এক তিউনিশীয় নাগরিক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।この記事は特集チュニジア政変(2010/11)の一部である。
3এই ঘটনা বেশ কিছু দাঙ্গার সৃষ্টি করেছে এবং সামাজিক প্রচার মাধ্যমে এই ঘটনায় সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং এর প্রতি সমর্থন প্রকাশ করেছে।失業中のチュニジア人が仕事のない現状への抗議として焼身自殺を図った事件が、現地に暴動の波を、ソーシャルネットワーク上に連帯と支持を広げている。
4তিউনিশিয়ার দক্ষিণের শহর সিদি বোউজিদের ২৬ বছর বয়স্ক নাগরিক মোহামেদ বোয়াজিজির ভাগ্যে সর্বশেষ কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তিউনিশিয়ার নেট নাগরিকরা, যথেষ্ট কর্মস্থানের অভাব, দুর্নীতি এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অভিযোগ করার জন্য এই ঘটনাকে বেছে নিয়েছে।南チュニジアのスィディブジド出身のモハメド・ボアジジ(Mohamed Bouazizi)、26才の容態は依然明らかにされていないが、チュニジアのネット市民たちはこの事件を職の少なさ、政治の腐敗、人権を取り巻く状況の悪化を非難するきっかけと捉えている。
5ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার ও ব্লগে মোহামেদ এর সাথে সহমর্মিতা প্রকাশ করে।インターネットユーザーたちは、数年前にマーディア大を卒業したものの仕事を見つけることができなかったモハメドに対する連帯感を、フェースブックやツイッター、ブログで表明している。
6মোহামেদ বোয়াজিজি কয়েক বছর আগে মাহদিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।家族内での唯一の稼ぎ手だったモハメドは、家族の手を借りて、果実や野菜を露店で売り生活費を稼ぐことにした。
7কিন্তু তিনি কোন চাকুরী পাননি।この露店で彼は、ほんの少しばかりではあるものの家族を養えるだけの金を得ていた。
8পারিবারের একমাত্র রুটি রোজীর যোগান দাতা হিসেবে তিনি জীবন যাত্রা নির্বাহের জন্য অর্থ উপার্জনের সিদ্ধান্ত নেন এবং পরিবারের সাহায্যে তিনি রাস্তার পাশের এক ছোট্ট দোকানে ফল এবং সব্জী বিক্রি করা শুরু করেন।しかし、市役所の役人には敵視され、何度か商品を没収されることがあった。
9তার এই ব্যবসা থেকে খুব সামান্যই অর্থ আসত, তবে তা পারিবারিক মর্যাদা প্রদানের জন্য যথেষ্ট ছিল।モハメドは、自分には選択の余地がなく、生き抜くために露店を出しているだけだと説得を試みていた。
10কিন্তু বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা বেশ কয়েকবার তার পণ্য জব্দ করে নেয়।そして、その度に商品を没収されて侮辱された上で、市役所の敷地を去るよう求められていたのである。
11তিনি কর্তৃপক্ষকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেন যে, তিনি ইচ্ছা করে এই কাজ করছেন না, বরঞ্চ বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে এই কাজ করছেন।またしても同じ状況におかれたモハメドは今生における全ての希望を失い、永遠に生を捨て去る決心をしたのだった。
12তবে তারপরেও প্রতিবারই তার পণ্য জব্দ করে নেওয়া হয়েছিল, এছাড়াও তাকে অপমান করা হয় এবং পৌরসভার এলাকা থেকে সরে যেতে বলা হয়।そしてガソリンを自ら浴びると、火を放ったのである。
13শেষবার যখন এই একই ঘটনা ঘটে, তখন মোহামেদ তার সব আশা হারিয়ে ফেলে এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।フェースブック上には、この事件を告発するためのグループがに幾つか作られている。
14এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জনাব রাষ্ট্রপতি তিউনিশিয়ার নাগরিকরা নিজেদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে (আরবী ভাষায়), এ রকম একটি গ্রুপ।大統領閣下、チュニジアは焼身自殺を図っています(AR)はその一つである。
15তৈরি করার ২৪ ঘন্টার মধ্যে এই গ্রুপটি ২৫০০ জন সদস্যের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় এবং আজ পর্যন্ত তা ১০,০০০ জন সমর্থক লাভ করেছে।24時間も経たないうちに、このグループには2,500人のメンバーが集まり、今日では10,000人を超えるファンを誇っている。
16এবং ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ এটিকে নিষিদ্ধ করে, যারা তাদের লৌহ মুষ্টি দিয়ে নাগরিকদের ইন্টারনেটে প্রবেশকে দমন করে রাখে।また、24時間と経たないうちに、インターネットを強権的に弾圧する当局により、このグループのページは閲覧禁止とされた。
17এখানে দুটি স্ক্রিন ইমেজ বা ছবি রয়েছে, দ্বিতীয়টি প্রদর্শন করছে যে, যখন তিউনিশিয়ার নাগরিকরা এই সাইটে প্রবেশ এবং তথ্য উদ্ধারের চেষ্টা করছে, তখন তারা আসলে কি দেখে: .以下に二つのスクリーン画像があるが、チュニジア人がそのページにアクセスしようとした場合に目にすることとなるのは二つ目の画像である。
18কয়েকজন ব্লগার এখানে কি ঘটেছে সে সম্বন্ধে লিখেছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করেছে।複数のブロガーたちが、この事件について書き、怒りを露にしている。
19তিউনিশিয়া আঞ্চলিক ভাষায় বোউকাচেন এর লেখা পোস্টের শিরোনাম, সিদি বোউজিদ-এর গণহত্যা:チュニジアの方言でブログを書いてるBoukachenは、「スィディブジドの大虐殺」と題した記事で次のように述べている。
20এখানে যা ঘটেছে তা নতুন কিছু নয়।ここで起きていることは、何も新しいことではない。
21অনেক দুর্গম এলাকায় এই অবর্ণনীয় পরিস্থতি অনেক বছর ধরে চলে আসছে।長い間、この辺境ではこういった悲しい状況が続いているのである。
22এটা এই সমস্ত এলাকার জলবায়ু জনিত শর্তাবলি এবং প্রান্তিকীকরণের ফল, যা এক উদাসীনতার কারণে (কর্তৃপক্ষের) ঘটেছে।気候条件とこの地域の周縁化との組み合わせが、(権力者たちの)無関心と相まって、このような結果を生み出してきた。
23কিন্তু এখানে এই সব ঘটনার কখনোই পরিসমাপ্তি ঘটবে না, কারণ অবদমিত প্রচার মাধ্যম এই ঘটনার কোন সংবাদই প্রকাশ করেনি।しかし、腐敗せし我らがメディアがこの事件を完全に報道しないでいるため、この話がここに極まるということもないのだ。
24তিউনিশিয়ান গার্ল এর সাথে যোগ করেছে:チュニジアの少女はこう付け加える:
25তিউনিশীয় সরকার এই সমস্যার অন্য কোন ভাবে সমাধান করতে না পেরে, কিন্তু এই কাহিনী যেন সব জায়গায় ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং সিদি বোউজিদ শহরে প্রবেশের উপর প্রতিবন্ধকতা তৈরি করেছে, যেখানে লোকজন রাস্তায় নেমে তাদের ক্ষোভ প্রকাশ করছে।チュニジア政府は、この話を広めようとするウェブサイトを閲覧禁止にし、人々が街頭で抗議活動を行い怒りを露にしているスィディブジドの町を封鎖する以外、何の解決策も探そうとしていない。 ツイッター上でも、チュニジア人の間でトレンドとなっているハッシュタグ#sidibouzidと共に、騒動が続いている。
26টুইটারে, এই বিষযে আলাপ চলছে, #সিদিবোউজিদ হ্যাশট্যাগের মাধ্যমে তা তিউনিশীয় ব্যবহারকারীদের কাছে এক ধারায় পরিণত হয়েছে।この記事は特集チュニジア政変(2010/11)の一部である。