# | ben | jpn |
---|
1 | বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের | |
2 | আদ্দিস আবাবায় জোন ৯ এর ব্লগাররা। তাঁরা সবাই গত ২৫ এপ্রিল তারিখে গ্রেপ্তার হয়েছেন। | 公式声明:グローバル・ボイスはエチオピアの9人のジャーナリストの釈放を要求する |
3 | ছবিঃ এনডাল্ক, অনুমতিক্রমে ব্যবহৃত। | ゾーン9のブロガーたち(アディスアベバにて)。 |
4 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় ইথিওপিয়াতে গ্রেপ্তার হওয়া নয়জন সাংবাদিকের মুক্তি চেয়েছে। | |
5 | বেফেকাদু হাইলু, আবেল ওয়াবেলা, আতনাফ বেরাহানে, মাহলেত ফানতাহুন, জেলালেম কিবরেত এবং নাতনায়েল ফেলেকে (তারা সবাই জোন ৯ ব্লগিং কালেকটিভের সদস্য) এবং সাংবাদিক আসমামাও হেইলেজেরগিস, তেসফালেম ওয়ালদিয়াস ও এদম কাসায়েকে গত ২৫ ও ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবা থেকে গ্রেপ্তার করা হয়েছে। | |
6 | আমরা বিশেষভাবে দুঃখিত, গ্লোবাল ভয়েসেসের চারজন অনুবাদক - হাইলু, ওয়াবেলা, কাসায়ে এবং কিবরেতও এই গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন। | |
7 | জোন ৯ ব্লগিং কালেকটিভ ২০১২ সাল থেকে ইথিওপিয়াতে নানা সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে নাগরিকদের সম্পৃক্ততা লালন করতে এবং সমালোচনা মূলক মন্তব্য করতে কাজ করে আসছে। | |
8 | সংকটময় পরিস্থিতিতেও শান্তি পূর্ণ আলোচনা এবং বিতর্ককে উৎসাহিত করার স্বার্থে তারা বাক স্বাধীনতার চর্চা করেছে। | |
9 | ১৩৭ টি দেশের ব্লগার, সক্রিয় কর্মী, লেখক এবং প্রদায়কের একটি সম্প্রদায় হচ্ছে গ্লোবাল ভয়েসেস। | |
10 | আমাদের মূল উদ্দেশ্য বাক স্বাধীনতার বৈশ্বিক মানবাধিকার প্রতিষ্ঠা করাঃ সারা পৃথিবীর না বলা গল্পগুলোকে তুলে আনা এবং মুক্তভাবে এবং কোন রকম ভয় ছাড়াই মানুষের কথা বলার অধিকার রক্ষা করা। | |
11 | আমাদের বন্ধুদের বাক স্বাধীনতা অধিকারের নিদারুণ লঙ্ঘনের কারণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। | |
12 | আমরা আমাদের বন্ধুদের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চুপ করে বসে থাকতে পারি না। | 4月25日に全員が逮捕された 写真:Endalk(使用許可済み) |
13 | ব্লগ লেখা কোন অপরাধ নয়। ৩ মে তারিখটি বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। | グローバル・ボイスは、エチオピアで拘束された9人のジャーナリストの釈放を要求する。 |
14 | এ দিবসটি সামনে রেখে আমরা একটি সম্প্রদায় হিসেবে ইথিওপিয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ব্লগার সহকর্মী ও বন্ধুদের এবং ইথিওপিয়াতে কারাবন্দী অন্যান্য সকল সাংবাদিকদের মুক্তি দিন। আপনি যদি আপনার নাম অথবা সংস্থাকে এই বিবৃতির সাথে সংযুক্ত করতে চান, তবে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এবং এটিকে আমাদের তালিকার সাথে যুক্ত করুন। | 2014年4月25日から26日にかけ、アディスアベバにて、ブログ集団「ゾーン9」のメンバーBefeqadu Hailu、Abel Wabela、Atnaf Berahane、Mahlet Fantahun、Zelalem Kibret、Natnael Felekeの6人と、ジャーナリストのAsmamaw Hailegeorgis、Tesfalem Waldyes、Edom Kassayeの3人、合わせて9人が逮捕された。 |
15 | আমরা নতুন নাম পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট সময় পর পর এই পোস্টটিকে হালনাগাদ করব। বন্ধু এবং আমাদের মিত্র, যারা এই বিবৃতিটিতে সমর্থন জানিয়েছেনঃ | そのうちの4人(Hailu、Wabela、Kassaye 、Kibret)はグローバル・ボイスの翻訳者であり、我々は非常に心を痛めている。 |
16 | পেন আমেরিকান সেন্টার, আমেরিকা সীমানা ছাড়িয়ে ইন্টারনেট, আফ্রিকা | ブログ集団「ゾーン9」は2012年の発足以来、社会・政治問題に対する市民参加と批判的言論活動を進めてきた。 |
17 | ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, আমেরিকা উশাহিদি, কেনিয়া | 困難な状況にあっても、暴力に頼らない対話と討論を促進するために、表現の自由の権利を行使し続けてきたのだ。 |
18 | কেনিয়ার ব্লগারদের সঙ্ঘ, কেনিয়া কেনিয়াআনলিমিটেড, কেনিয়া | グローバル・ボイスは、世界137カ国にわたるブロガーや活動家、ライター、翻訳者からなるコミュニティである。 |
19 | আফ্রিকান হাদিথি, আফ্রিকা এনগেজমিডিয়া, এশিয়া প্যাসিফিক | 表現の自由という普遍的人権は、我々の活動の基本と言える。 |
20 | ডিজিটাল মিডিয়া আইন প্রকল্প, আমেরিকা এমআইটি সেন্টার ফর সিভিক মিডিয়া, আমেরিকা | もっと広く知られるべき世界中の出来事を伝え、すべての人が恐れることなく自由に発言できる権利を守ることが、グローバル・ボイスの使命だ。 |
21 | আর্টিকেল ১৯, আন্তর্জাতিক ভিজুয়ালাইজিং ইম্প্যাক্ট, লেবানন | 我々は、仲間たちの表現の自由の権利が甚だしく侵害されたことに対して、激しい怒りを覚えると共に、彼らの安否を心から懸念する。 |
22 | অ্যাক্সেস, আন্তর্জাতিক হিভোস, আন্তর্জাতিক | 今こそ沈黙を破り、声を上げねばならない。 |
23 | অ্যসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশন্স, আন্তর্জাতিক | |
24 | এডুকাসিয়ন ই সিউদাদানিয়া, মেক্সিকো | |
25 | ই-গ্লোবাল নলেজ, আন্তর্জাতিক মাস দো ১৩১, মেক্সিকো | ブログは断じて犯罪ではない。 |
26 | রেড অঁ ডিফেন্সা দো লো দেরেচো ডিজিটালেস, মেক্সিকো | |
27 | বাইটস ফর অল, পাকিস্তান | |
28 | জাম্বিয়া ব্লগার্স, জাম্বিয়া আর্টিকেল ১৯ অফিস ফর মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো | 世界報道自由デーである5月3日、グローバル・ボイスは、我々の同志であるブロガーとその仲間を釈放すること、さらに、エチオピアで拘置されているすべてのジャーナリストたちの釈放を、エチオピア政府当局に対して要求する。 |
29 | রাসাসা নিউজ, ইখিওপিয়া ওয়ান ওয়ার্লড, দক্ষিণপূর্ব ইউরোপ বসনিয়া হার্জেগোভিনা | この声明文に賛同し個人名または団体名の記載を希望する場合は、ここをクリックしてリストに記入してください。 |
30 | মিডিয়া রাইটস এজেন্ডা, নাইজেরিয়া শিরোমানি ধুন্গানা, নেপাল; | 新規追加に関しては随時このページを更新し、掲載します。 |
31 | প্রোগ্রাম অন হিউমান রাইটস, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, আমেরিকা | |
32 | ফ্রি প্রেস আনলিমিটেড, নেদারল্যান্ডস | |
33 | বাহরাইন ইয়থ সোসাইটি ফর হিউমান রাইটস, বাহরাইন | |
34 | ভার্দাদে পত্রিকা, মোজাম্বিক ফলহা ৮, অ্যাঙ্গোলা | この声明文に賛同する個人および団体: |
35 | কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস আফ্রিকা প্রোগ্রাম, আমেরিকা/কেনিয়া/নাইজেরিয়া/দক্ষিণ আফ্রিকা | |
36 | ওয়ার্লড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন, আন্তর্জাতিক সেন্টার ফর টেকনলজি এন্ড সোসাইটি, ব্রাজিল | 校正:Fumio Takeuchi |