Sentence alignment for gv-ben-20141216-46230.xml (html) - gv-jpn-20150511-35805.xml (html)

#benjpn
1বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় হুমকির মুখে বাংলাদেশের সুন্দরবন大量の重油流出でバングラデシュのマングローブが大打撃
2ユネスコ世界遺産シュンドルボンの一角、Kokilmoniのマングローブ林で餌をあさるシカの群れ バングラデシュBagerhatにて 撮影:Muhammad Mostafigur Rahman 著作権:Demotix (2014/11/5)
3বাংলাদেশের সুন্দরবন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, সেখানকার কোকিলমণি এলাকায় চিত্রা হরিণ ঘুরে বেড়াচ্ছে।35万8千リットルの重油を積んだタンカーが、2014年12月7日、シェラ川で沈没した。 これにより、シュンドルボンの60㎞以上にわたる地域に重油が流出した。
4ছবি মোস্তাফিজুর রহমান।バングラデシュ南西部に位置するシュンドルボンの干潟には、世界最大の面積を持つマングローブの群生が見られる。
5কপিরাইট ডেমোটিক্সের (৫/১১/২০১৪)।その面積はおおよそ1万平方キロメートルで、そのうち60パーセントはバングラデシュ内にある。
6৯ ডিসেম্বর তারিখে শ্যালা নদীতে ৩৫৮,০০০ লিটার (প্রায় ১০০,০০০ গ্যালন) ফার্নেস তেল বহন করা এক ট্যাংকার ডুবে গেলে সুন্দরবনের প্রায় ৬০ কিলোমিটার (প্রায় ৩৭ মাইল) এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ে।また、シュンドルボンはユネスコの世界遺産であり、最大級のベンガルトラ保護地区の一つである。 その他多くの種の保護区ともなっている。
7বাংলাদেশের দক্ষিণপশ্চিমে অবস্থিত সুন্দরবন একক ভাবে একসাথে জুড়ে থাকা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, যা প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার (৩,৯০০ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত, আর এর ৬০ শতাংশ বাংলাদেশের ভেতরে অবস্থিত।@stephenfryさん、どうぞリツイートしてください。 「重油流出がバングラデシュのシュンドルボンで野生生物の生存を脅かしている。
8সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এক অংশ, যা বেঙ্গল টাইগারের জন্য সংরক্ষিত অন্যতম এক বৃহৎ বনাঞ্চল, এবং অন্য অনেক প্রাণীর জন্য এক অভয়ারণ্য।特に、希少イルカおよび鳥類にとって深刻だ。」 #SundarbansDisaster
9দয়া করা পুনরায় টুইট করুন: ছড়িয়ে পড়া তেল বন্যপ্রাণী, বিশেষ করে ডলফিন এবং সুন্দরবনের পাখিদের জন্য হুমকি তৈরী করেছে।シュンドルボンで起きた史上初の重油流出事故が、ユネスコ 世界遺産である世界最大のマングローブの生態系に大打撃を与えている。 シュンドルボンの大惨事>>シェラ川の岸が真っ黒に変色。
10সুন্দরবনে প্রথমবারের মত তেল ছড়িয়ে পড়ার ঘটনায় বিশ্বের সর্ববৃহৎ প্রতিবেশ ব্যবস্থা হুমকির মুখে, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এক অংশ।沈没した重油タンカーは、実は改造されそして… http://instagram.com/p/wdgeDPhio6/
11সুন্দরবনে বিপর্যয়, ডুবে যাওয়া ট্যাঙ্কারের ছড়িয়ে পড়া তেলে শ্যালা নদীর তীরের চেহারা পাল্টে গেছে।シュンドルボンの重油流出により、数百種の絶滅危惧種が大打撃を受けている。
12সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় বিপন্নপ্রায় শত শত প্রাণী হুমকির সম্মুখীন।@wwwfoecouk @wbclimatechange @the_ecologist
13সংবাদে প্রাপ্ত তথ্য অনুসারে, নতুন করে তেল ছড়িয়ে পড়ায় মৃগমারী-নন্দবালা-আন্ধারমানিক আশ্রয়স্থলের ডলফিনরা হুমকির মুখে।報道によると、今回の重油流出事故で、 Mrigmari-Nondabala-Andharmanikイルカ保護区が大打撃を受けている。
14তেলের এই দুষণ এই অঞ্চলের ম্যানগ্রোভ গাছগুলোর ক্ষেত্রে প্রচণ্ড সন্দেহের সৃষ্টি করেছে যে-সম্ভবত এই এলাকার জলজ জীবের পর সেগুলোরও মৃত্যু ঘটবে, সাধারণত যে সব জীব সবার আগে বিনষ্ট হয়।マングローブ林も、極めて重油流出による汚染の影響を受けやすく、まさに、マングローブ林はこの地域の水生生物が消滅した後に、枯れ死が始まると予想されている。 水生生物は一般的に、まず最初に事故の影響を受け死滅するとされる。
15ফ্লিকারে এক ইনফোগ্রাফিকের মাধ্যমে ফাহিম হাসান এই বিপর্যয়ের বিস্তারিত ব্যাখা প্রদান করেছে।ファヒム・ハッサンは、 解説画像をフリッカー上で共有し、今回の惨事の詳細を説明している。
16মোওগ্লিজ এলিজাবেথ রুবাইয়াত-এর পোস্ট করা এক ফেসবুক ছবিতে দেখা যাচ্ছে যে এই বিপর্যয়ে ইতোমধ্যে কিছু প্রাণী মৃত্যুবরণ করেছে।モーグリッツ・エリザベス・ルビヤットがフェイスブック上に掲載した写真には、この惨事によりすでに数匹の動物が生命を失った様子が写っている。 県はこの惨事に適正に対処できる術を持っていないようである。
17দৃশ্যত স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধারণা বাইরে, যারা এর আগে কখনো এত বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার মত ঘটনার মুখোমুখি হয়নি এবং এই ঘটনায় যথাযথ ভাবে সাড়া দেওয়ার মত সরঞ্জামের অভাব রয়েছে।県は、これほどの重油流出事故をかつて扱ったことがなかったし、適正に対処できるだけの資材を備蓄していなかったからだ。 アルジャジーラの報道によると、被災地域の漁民たちは、スポンジや袋類をもって重油の除去に通っている。
18আল জাজিরা সংবাদ প্রদান করছে যে বেশ কিছু স্থানীয় জেলে স্পঞ্জ এবং বস্তা নিয়ে ছড়িয়ে পড়া তেল অপসারণে এগিয়ে এসেছে।ツイッター上には、当局の対応に対して多くの疑問が投げかけられている。 お前ら、2010年のメキシコ湾原油流出事故の処理にあたった企業に相談してみろよ。
19যে ভাবে কর্তৃপক্ষ এই বিষয়ে সাড়া প্রদান করেছে, অনেক টুইটার ব্যবহারকারী তাতে প্রশ্ন তুলেছে :真剣に… 「当局はシュンドボルンの事故では、お手上げ状態だ。」 http://shar.es/13C7Fi
20২০১০ সালে উপসাগরীয় এলাকায় তেল ছড়িয়ে পড়ার ঘটনায় যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেছে তাদের সাথে কথা বলুন!バングラデシュ政府のある大臣の言うことによると、英国のある企業から、シュンドルボンのマングローブ林を脅かしている延長60㎞の油膜を除去したいとの申し出があったということである。
21鍋釜持参でシュンドルボン惨事の復旧作業http://bdnews24.com/bangladesh/2014/12/12/locals-engage-in-oil-mopping-with-pots-and-pans …
22নিঃসন্দেহে …সুন্দরবনের ঘটনায় কর্তৃপক্ষের কোন ধারণা নেই।復旧作業を支援するために、バングラデシュ政府は運搬船で汚染地区に石油分散剤を急送した。
23বাংলাদেশ সরকারের এক মন্ত্রী বলেছেন যে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে যে তেল চুইয়ে পড়ার ঘটনা সুন্দরবনকে হুমকির মুখে ফেলেছে, যুক্তরাজ্যের একটি কোম্পানি সেই এলাকা পরিষ্কার করার প্রস্তাব প্রদান করেছে।しかし、この種の化学物質が誤って散布された場合、同地区の生態系に対してさらなる打撃を加える可能性がある。 4日後の状況を見ると、政府の復旧作業は、あまり効果が出ていないように見える。
24বদনা আর বালতি নিয়ে সুন্দরবন বিপর্যয় থেকে উদ্ধার পাবার প্রচেষ্টা।そのため今回の生態学上の惨事は、長引くのではないかとの恐れが増幅している。
25এই উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য, সরকার এক উদ্ধারকারী জাহাজ ছড়িয়ে পড়া তেলের উপর ছিটানোর রাসায়নিক উপাদান বয়ে আনে।59時間が経過したhttp://t.co/JThyipvfep 。
26যদি এই সমস্ত রাসায়নিক উপাদান যথাযথভাবে ছিটানো না হয়, তবে তা স্থানীয় পরিবেশের ক্ষতিকরতে পারে।バングラデシュ政府は シュンドルボン川で石油中和剤の散布を始めた。
27চারদিন পরে, দেখা যাচ্ছে রাষ্ট্রীয় এই প্রচেষ্টা খুব সামান্য কাজে এসেছে, এই এলাকায় এক দীর্ঘস্থায়ী পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।水上交通相の発言によると、被災地住民は網を使って重油がマングローブ林に侵入するのを阻止することができた、また、重油を水から掬いあげる作業を行い、環境がさらに悪くなるのを防いでいる、ということである。
28৫৯ ঘন্টা পার হয়ে যাওয়ার পর, সরকার সুন্দরবনের এই নদী থেকে তেল অপসারণের কাজ শুরু করে।環境森林省が、100隻の船と200人の漁民による作業を統制している。
29বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী বলেছেন স্থানীয় লোকেরাই বনে তেল প্রবেশ রোধ করতে সক্ষম, তারা জাল ব্যবহার করে তা করতে পারে এবং পরিস্থিতি যাতে আরো খারাপে পরিণত না হয় তারা পানি থেকে তেল অপসারণের জন্য কাজ করে যাচ্ছে।環境森林省は、重油流出を起こした2隻の貨物船の所有者を相手取り、10億バングラデシュ・タカ(約15億円)の賠償訴訟を起こした。
30১০০ নৌকা এবং ২০০ জন জেলে নিয়ে জাতীয় বন বিভাগ এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে।下の動画は、重油流出事故のちょうど1か月前のシュンドボルンのマングローブ林の様子である。
31এই ভাবে তেল ছড়িয়ে পড়ার জন্য যে দুটি কার্গো দায়ী, বন বিভাগ তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে।ブロガーのアーメド・シャリフは、政府は問題点を見誤っているとして、政府の災害管理対策の杜撰さを批判している。 災害管理は、洪水とサイクロンに限定されているのか。
32তেল ছড়িয়ে পড়ার ঠিক একমাস আগে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন দেখতে ঠিক এ রকম ছিল:ここ数十年来、バングラデシュの経済は急速に発展してきた。 それに伴うリスクも増加した。
33আহমেদ শরীফ, বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ সরকারের দুর্বল পরিকল্পনার নিন্দা করেছে :しかし、次々と起こるリスクに対する政府の備えは、常に後れを取っていた。
34দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি শুধু বন্যা-জলোচ্ছ্বাস বোঝায়?国内の航路をとおる商船の数は増加を続けた。
35গত দুই দশকে অর্থনৈতিক দিক থেকে দ্রুত অগ্রগতির সাথে সাথে যেসব ঝুঁকির সৃষ্টি হয়েছে, সেগুলির জন্যে আমরা নিজেদের তৈরি করতে পারিনি।しかし、監視機関は、その増加についていけなかった。 多くの船は指針通りに建造されていないし、定員以上の乗客を乗せている。
36নদীতে জাহাজের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে তৈরি হয়নি মনিটরিং এজেন্সিগুলি।多くの船は運行規定を守っていない。 例えば、廃棄物を不正に投棄しているし、見境なく水路をふさいでいる。
37জাহাজ তৈরি হচ্ছে যথেচ্ছভাবে, যাত্রী নেওয়া হচ্ছে অতিরিক্ত, ফিটনেসবিহীন জাহাজ চলছে, নদীর পানি দূষণ করছে জাহাজের বর্জ্য, নদীর মাঝে পার্ক করে রাখা হচ্ছে জাহাজ, সঠিক যন্ত্রপাতি ছাড়াই চলছে জাহাজ, চলাচলের সময় ঠিক করে দেয়ার পরেও কেউ মানছেনা - কেউ দেখার নেই।また、運航スケジュールを守っていない。 つまり、誰もこういったことを監視していないのである。
38কাজেই দুর্ঘটনার সম্ভাবনা প্রতিদিন বেড়েই চলেছে।それゆえ、事故の起るリスクは増大している。
39আর দুর্ঘটনার সম্ভাবনা বাড়লেও সেটার জন্যে প্রস্তুতি নেই আমাদের।それなのに、我々はこういった事故や惨事に対する備えができていないのである。 YouTubeユーザーの A.
40ইউটিউব ব্যবহারকারী এ.K.
41কে.M.
42এম ওয়াহেদুজ্জামান একটি ভিডিও আপলোড করেছে, যেটিতে তেল ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট বিপর্যয় ধরা পড়েছে:Wahiduzzamanは、重油流出事故の惨状を写したビデオを公開している。
43গত শুক্রবার প্রথম এই দুর্ঘটনা কারণে নিহত দুর্লভ এক প্রজাতির ইরাবতী ডলফিনের একটি মৃতদেহ আবিষ্কার হয়।今回の事故で死んだカワゴンドウというイルカの希少種の死体が最初に見つかったのは、先週の金曜日(2014年12月12日)だった。
44এক সংবাদ জানা গেছে, পদ্মা অয়েল কোম্পানি তার অপসারণ প্রচেষ্টার অংশ হিসেবে ১০,০০০ লিটার (প্রায় ২,৬০০ গ্যালন তেল) তেল অপসারণ করতে সক্ষম হয়।報道によると、パドマ石油株式会社は、重油の除去作業でこれまでに何とか1万リットルの重油を除去した。
45এই কোম্পানিটি, পরিষ্কার কাজে অংশগ্রহণ করা ব্যক্তিকে প্রতি লিটার তেল (প্রায় ৩৪ আউন্স) অপসারণের জন্য ৩০ টাকা (প্রায় ৪০ সেন্ট) করে প্রদান করেছে।同社は、清掃作業に協力したボランティアに対し、除去した重油1リットル当たり30バングラデシュ・タカ(約46円)を支払うと言っている。
46গায়ক এবং ব্লগার ম্যাক হক তার ফেসবুকে মন্তব্য করেছে :歌手でブロガーのマック・ハックはフェイスブックにコメントしている。
47যে বিষয়টি বাঁধো বাঁধো ঠেকে তা হচ্ছে পূর্নাঙ্গ নয়, এমন এক অপসারণ অভিযান।問題をややこしくしているのは、原始的な除去作業だ。
48এখানে প্রতি লিটার ফার্নেস তেল উদ্ধার করলে তার জন্য ৩০ টাকা প্রদান করা হচ্ছে, হাজার হাজার নাগরিক এই কাজে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তারা সুন্দরবন অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসছে না, নিঃসন্দেহে দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্র তাদের জন্য এটা একটা অভাবনীয় লাভ।1リットルの重油除去に対して30タカの提案に対し、何千人もの人が飛びついた。 シュンドルボンを守るためではなく、生活の足しにするために飛びついたのだ。
49তবে ফার্নেস তেলে বিপজ্জনক টক্সিন থেকে মানব স্বাস্থ্যের জন্য যে ঝুঁকি তৈরী হয় সে বিষয়ে কাউকে কথা বলতে শুনিনি।明らかに、最貧困層にとって、これは思いがけない大収入である。
50বিশ্বের যে কোন প্রান্তে নাগরিকদের স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলে দেওয়ার জন্য সরকারকে জনগণের মামলার মুখোমুখি হতে হত।しかし、重油に含まれる毒素が人の健康に与える危険性について言われているのを聞いたことはないだろうか。
51আমি দেখতে পাচ্ছি আগামীতে গরীব এবং উপেক্ষিত নাগরিকদের মৃত্যু যার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর দূরদৃষ্টির অভাবকে ধন্যবাদ, আমাদের মনোযোগ কেবল মৃত ডলফিন খুঁজে ফেরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না-সাথে মানবদেহে রোগ ছড়িয়ে পড়ার দিকেও নজর দিতে হবে।世界のどこかに、市民の健康を危険にさらしているとして、行政訴訟を起こされている国もあったはずだ。 バングラデシュ石油公社の近視眼的決定で、これから先、貧しく無知な国民が死んでいくだろう。
52সুন্দরবনের নদী ও খাল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।我々が目を向けるべきなのは、死んだイルカの探索だけではない。 人間への汚染だ。
53এই বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার কারণে বাংলাদেশকে তার পরিবেশগত সমস্যা মোকাবেলায় সুশীল সমাজ এবং স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করতে হবে।商船や貨物船がシュンドルボンの川や水路を通行することを禁止するよう政府に求める運動が続いていた。 政府が有効な手を打たなければ、バングラデシュは、今回の環境危機の処理にあたって、ずっと市民社会やボランティアに頼ることになるだろう。