# | ben | jpn |
---|
1 | ভারতে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ বন্ধে পিসিং ট্যাঙ্কারের অভিযান | インド:立ち小便撃退タンカーが活動中 |
2 | শহুরে এলাকায় যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার না থাকা, ভারতের রাস্তায় মূত্রত্যাগের অন্যতম এক প্রধান কারণ। | インドでは都市部における公衆便所の不足が、立ち小便の主因となっている。 |
3 | ছবি লেখকের। | 写真:著者提供 |
4 | দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্র, বিশেষ করে ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগ অন্যতম এক সমস্যা। | 多くの南アジア諸国で、立ち小便が問題となっているが、特にインドはひどい。 |
5 | দেওয়াল, গলি এবং বাড়ির কোণে মানুষ মূত্রত্যাগ করছে, এমন দৃশ্য ভারতে খুব সাধারণ এক ঘটনা। | 男性が公共の場で壁に向かって小用をしたり、街角で小用したりする姿を見るのは希なことではない。 |
6 | গণ শৌচাগার না থাকাটা একটা সমস্যা, কিন্তু স্বাস্থ্যবিধি এবং প্রকাশ্য স্থানে কি ভাবে শোভন থাকা যায়, সে বিষয়ে ধারণা এই সমস্যার এক কারণ। | 公衆便所が不足していることがこの問題の一つの要因ではではあるが、衛生観念や公共マナーが国民の間によく浸透していないことも問題解消のネックになっている。 |
7 | ব্লগার উদাস প্রিস্ট মজার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন কেন ভারতীয়রা রাস্তার পাশের দেওয়ালে মূত্রত্যাগ করে। | ブロガーのUdaas Priestは、男性が立ち小便をする理由についておどけた見解を持っている。 |
8 | বিভিন্ন একটিভিস্ট এবং সংগঠন এই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে দিল্লির জন সচেতনতা মুলক প্রচারণা, মূত্রত্যাগের এলাকা পরিষ্কার করা এবং দেওয়াল রঙ করা ও সেগুলো রক্ষণাবেক্ষণ করা এবং রাজস্থানে ঢোল এবং বাঁশী বাজিয়ে মূত্রত্যাগ করা ব্যক্তিকে লজ্জা দেওয়া। | 活動家やさまざまな組織がこの問題を解消しようと、多様な対策を講じている。 例えば、デリーにおける一般向けキャンペーン、壁を清掃したりその上に絵を描いたりといった壁の維持活動、あるいはラージャスターンで行われている例であるが、立ち小便をしている人に向かって太鼓をたたいたり笛を吹いたりして、彼らに恥じらいを感じさせる運動などがある。 |
9 | কিন্তু দৃশ্যত এই সমস্ত প্রচেষ্টার কোন প্রভাব দেখা যাচ্ছে না। | しかしこれらの対策は目立った効果を上げていない。 |
10 | এখন প্রশ্ন হচ্ছে “কি ভাবে ভারত প্রকাশ্য স্থানে মূত্রত্যাগের বিষয়টি বন্ধ করতে সক্ষম হবে“? | 「いかにしたら立ち小便をやめさせることができるか」。 この問題は依然として未解決である。 |
11 | ছদ্মনামে পরিচালিত দি ক্লিন ইন্ডিয়ান, প্রকাশ্যে স্থানে মূত্রত্যাগ বিরোধী এক দল, তারা মুম্বাই-এ প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ বন্ধ করার এক সম্ভাব্য সমাধান নিয়ে এসেছে। | 立ち小便に反対する匿名の活動団体のクリーン・インディアンは、これなら間違いなく立ち小便防止策になるという考えを思いつき、ムンバイで実施中である。 |
12 | দি ক্লিন ইন্ডিয়ান, উপরের এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে, এতে দেখা যাচ্ছে পিসিং ট্যাঙ্কার নামক প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ করার এক যান, তার কাজে নেমে পড়েছে। | クリーン・インディアが投稿した上掲のYouTubeビデオで、立ち小便撃退タンカーの活動状況を見ることができる。 この団体のメンバーは身元を隠すために顔をマスクで覆い、黄色の大型水タンク車でムンバイの市内をパトロールしている。 |
13 | এই দলের কর্মী, যারা তাদের পরিচয় লুকানোর জন্য মুখোশ পড়ে কাজ করে, তারা তাদের বিশালাকায় হলুদ ট্যাঙ্ক নিয়ে মুম্বাই-এর রাস্তায় টহল দিতে থাকে এবং যারা প্রকাশ্যে মূত্রত্যাগ করে তাদের উপর পানি ছিটাতে শুরু করে।: | そして公共の場で立ち小便をしている者がいると、その者に向かって水を吹き付ける。 この団体の活動に対しては、インドのネチズンから賛否両論の意見が寄せられている。 |
14 | ভারতের নেট নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়ার সাথে এই বিষয়টিকে গ্রহণ করেছে। | ある者はこの活動を支持している。 |
15 | অনেকে এই প্রচেষ্টাকে সমর্থন করেছে: | いい考えだ.. 。 |
16 | বেশ ভালো এক চিন্তা…কিন্তু যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার না তৈরীর করার বিরুদ্ধে তারা কি ধরনের কার্যক্রম গ্রহণ করবে? | しかし、公衆便所を作らないのにどうしてこのような行動をとれるのかな。 わー、これが事実なら、それもひとつの手だね。 |
17 | ওহ কি দারুণ: যদি তা সত্যি হয়, তাহলে এটা একটা দারুণ চিন্তা। | でも、インドでは立ち小便もやむを得ない。 |
18 | যদিও একই সাথে ভারতের যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার প্রয়োজন | 立ち小便撃退タンカー。 |
19 | পিসিং ট্যাঙ্কার: “আপনি বন্ধ করুন, আমরাও করব”: যখন আমার বয়স ৭ বছর সত্যিকার অর্থে তখন থেকে আমি এই কাজটি দেখতে চেয়েছিলাম। | お前がやめれば、俺たちもやめる。 本当のことをいうと、私は7歳の時からこのようにしてもらいたいと思っていたわ。 |
20 | এই বিষয়ে কোন মতামত? | ご意見は? |
21 | কিন্তু এতে সকলে কিন্তু খুশী নয়: | しかし、誰もが賛成しているわけではない。 |
22 | পিসিং ট্যাঙ্কার: “আপনি বন্ধ করুন, আমরাও করব”- বিষয়টি যথেষ্ট বিনোদন প্রদান করছে, কিন্তু সুস্পষ্ট ভাবে তারা সীমা লঙ্ঘন করছে, নজরদারির মাধ্যমে বিচার করার মধ্যে দিয়ে। | 立ち小便撃退タンカー。 お前がやめれば、俺たちもやめる。 |
23 | মনোযোগ আকর্ষণ করতে চাইছে এমন একদল নির্বোধ। | 面白いじゃないか、でも明らかに一線を越えている。 |
24 | বিষয়টি যেন এমন যে, বিশালকায় এক ট্যাঙ্কারের পানির অপচয়ের মাধ্যমে ভারতকে প্রকাশ্যে মূত্রত্যাগ করা থেকে বিরত রাখা । | 自己中心的だ。 目立ちたがり屋の馬鹿者だ。 |
25 | যাও… | 立ち小便撃退タンカーで莫大な水を浪費すればインド中の立ち小便を止められるみたいだ。 |
26 | ব্লগার মানিশ আগারওয়াল যুক্তি প্রদান করেছে যে প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ করার জন্য ট্যাঙ্কার সঠিক সমাধান নয়। | ブロガーのManish Agarwalの意見では、立ち小便撃退タンカーは立ち小便をやめさせるための正しい解決策ではないということである。 |
27 | সে এই চিন্তার কিছু ত্রুটি তালিকাভুক্ত করেছে। | 彼は立ち小便撃退タンカーによる解決策の問題点を列記した。 |
28 | এই বিষয়কে ঘিরে এক কৌতূহলজনক বিতর্ক তৈরী হয়েছে অবতারণা হয়েছে, এটা কি আদতে স্বাস্থ্যগত বিষয়ের চেয়ে সংস্কৃতির এক বিষয়, আদৌও এটা কি একটা সমস্যা অথবা এই বিষয়ে নাগরিকদের মাথা ঘামানো উচিত। | 立ち小便にまつわり、これまで興味ある議論が為されてきた。 例えば、立ち小便は衛生上の問題というより文化の問題なのかどうか。 |
29 | অন্য দেশের জীবন যাপন অনুশীলনের সাথে ভারতের অনুশীলনের তুলনা করার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান অনুসন্ধান, তেমন একটা কাজে লাগবে না। | そもそも立ち小便は問題にすべきことなのかどうか、そして国民が思い悩むべき問題なのかどうかといった議論である。 インドで行われていることを他国で行われていることと比較してみても、少しも解決策を見いだす助けにはならない。 |
30 | তবে, দেওয়াল গুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা,সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং স্বাস্থ্য এবং স্বাস্থ্যগত ভাবে নিরাপদ থাকার মত বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির মত বিষয় নিঃসন্দেহে কাউকে আঘাত করবে না। | しかし、こういった議論はともかく、壁の維持活動を実行することも、また清潔感や安全衛生上の意識を向上させるための啓発活動を実行することも、やってみてもまず罰は当たらない。 校正:Masahiko Shin |