# | ben | jpn |
---|
1 | প্যারাগুয়ে: আদিবাসী সম্প্রদায়ের উপর কীটনাশক ছিটানো হয়েছে | パラグアイ:先住民が農薬空中散布される |
2 | সম্প্রতি পূর্ব প্যারাগুয়ের ২১৭ জন আভা গুয়ারানি আদিবাসীর এক বিশেষ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। এইসব সমস্যার মধ্যে রয়েছে বমি বমি ভাব ও মাথা ধরা। | パラグアイ東部で、217人の先住民族アバ・グアラニが最近、吐き気や頭痛をともなう症状を訴えた。 |
3 | ধারণা করা হচ্ছে যে, উক্ত ব্যক্তিদের উপর এক ধরনের কীটনাশক এই সমস্ত রোগের কারণ। | これらの人びとは、彼らが先祖代々の地から退去することを拒んだ後に行われた、意図的な農薬の空中散布によるものだと考えられている。 |
4 | ইচ্ছাকৃতভাবে বিমান থেকে এই এলাকার উপর কীটনাশক ছিটানোর কারণে এই ব্যক্তিদের মাঝে এ সব রোগের উপসর্গ দেখা দিয়েছে। | 政府関係者は、アルト・パナラ県イタキリ郡に位置しているこの先住民族の土地の一部において、作物がない場所で散布が行われたことを確認している。 |
5 | বিমান থেকে কীটনাশক ছিটানোর সময় তারা এই এলাকা থেকে সরে যেতে অস্বীকার করে। | 多くの証拠から散布を行ったのは、ブラジルの大豆栽培業者の可能性がある。 |
6 | সরকারের কর্তা ব্যক্তিরা নিশ্চিত করেছে যে আদিবাসী সম্প্রদায়ের জমি আল্টো পারানার প্রদেশের ইটাকাইরাই জেলায় অবস্থিত। | ブログInterparaguayによると、理由のひとつとして、先住民の土地が大豆栽培に有益で、彼らはおよそ3000ヘクタールの土地の所有権をめぐりアヴァ・グアラニー族と争っているという点があるという。 |
7 | সেখানকার জমির উপর কীটনাশক ছিটানো হয়েছে। | Bienvenidos! |
8 | এখন সেখানে কোন শস্য চাষ হচ্ছে না [স্প্যানিশ ভাষায়] । কীটনাশক ছিটানোর বিভিন্ন চিহ্ন দেখে মনে হচ্ছে ব্রাজিলের সয়া উৎপাদনকারীরা এই ভাবে কীটনাশক ছিটানোর জন্য আংশিক দায়ী। | のJosé Ángel López Barriosが、事件の起きたこの隔絶されたコミュニティーについて説明している。 |
9 | কীটনাশক ছিটানোর কারণ, আদিবাসীদের এই সমস্ত জমি সয়া চাষের উপযোগী এবং ৩,০০০ হেক্টর ক্রটিপূর্ণ জমির মালিকানা নিয়ে আভা গুয়ারানির সাথে বিবাদ চলছে [স্প্যানিশ ভাষায়]। | イタキリは、首都アスンシオンから450キロ離れたアルト・パラナ県にある地域のひとつだ。 |
10 | এই তথ্য জানাচ্ছে ব্লগ ইন্টারপ্যারাগুয়ে [স্প্যানিশ ভাষায়]। বিয়েনভিওনডস! | 舗装されていない道路を通っていくこの地域はイェルバ・マテの栽培で栄えた。 |
11 | স্প্যানিশ ভাষায়] ব্লগের জোসে এঞ্জেল লোপেজ ব্যারিওস বিচ্ছিন্নভাবে বাস করা এই আদিবাসী সম্প্রদায়ের কথা বর্ণনা করছেন, যাদের মাঝে এই ঘটনা ঘটেছে: | これも100年で終わり、近年大豆栽培へと移行していった。 |
12 | আল্টো পারানা প্রদেশের অন্যতম এক জেলা ইটাকাইরাই। | 土地の価値がこれだけ高いのは、大豆への需要と高騰する価格のせいだ。 |
13 | এলাকাটি প্যারাগুয়ের রাজধানী আসানসিওন থেকে ৪৫০ কিলোমিটার দুরে অবস্থিত। | この土地の一部は、グアラニー族などの先住民コミュニティが先祖代々守ってきた土地に位置する。 |
14 | এখানকার মাটির রাস্তা ধরে ইরবা মাটে (এই গাছের পাতা থেকে চা জাতীয় পানীয় তৈরি হয়) নামক চাষ শুরু হবার পর প্রায় ১০০ বছর ধরে তা বাণিজ্যিক ভাবে চলেছে, এখন সয়া চাষের জন্য ইরবা মাটে জায়গা ছেড়ে দিয়েছে…। | RescatarのブロガーCarlos Rodríguezは、今回の先住民族に対する空中散布事件は孤立した事件ではないと考えていて、この行動を「ジェノサイド」と呼んでいる。 |
15 | বর্তমানে সয়াবীনের চাহিদা বেশি এবং তার দাম ক্রমশ বাড়ছে। ফলে সয়াবীন চাষের উপযুক্ত জমির দামও বেড়ে গেছে। | 彼らの土地の一部は、銃弾と血によって取り上げられた。 |
16 | এই সমস্ত জমির কিছু অংশ পড়েছে আদিবাসী সম্প্রদায়ের এলাকায়, যেমন গুয়ারানি সম্প্রদায়। | 先住民は常に彼らのものであった土地に所有権を与える機関に行かなかったが、白人はそうした。 |
17 | রেসকাটারের ব্লগার কালোর্স রড্রিগুয়েজ [স্পানিশ ভাষায়] মনে করেন যে আদিবাসী সম্প্রদায়ের উপর কীটনাশক ছিটানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই ধরনের কাজকে তিনি “গণহত্যার” সামিল বলে অভিহিত করেন: | これらの土地の合法な所有者が、今では「侵略者」であるなどおかしな話だ。 |
18 | আদিবাসীদের অনেক জমি বুলেট আর রক্তে স্নাত হয়েছে। | 彼らは今での動物のように扱われている。 |
19 | যেহেতু আদিবাসীরা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে তাদের এই সমস্ত জমির উপর দাবি করতে পারে না, যে এইসব জমি সব সময় তাদের পূর্বপুরুষদের দখলে ছিল, সেহেতু সাদা মানুষের সরকারি প্রতিষ্ঠানে যায়। | それは、農薬に害された先住民を助けている保健省によって判明したように、大豆栽培業者が空中散布機を送り、先住民の頭の上から毒を散布したということから分かる。 |
20 | এটা এক পরিহাস যে, যারা এই জমির প্রকৃত দাবিদার, তারাই আজ জমির দখলদার হিসেবে বিবেচিত হচ্ছে। তারা (ইউরোপ থেকে আগত অভিবাসী) সব সময় এই সব আদিবাসীদের মানুষের সাথে পশুর মত আচরণ করছে। | López Barriosはまた、パラグアイの先住民に対する不当な扱いの歴史を恥じている。 |
21 | সয়া চাষীদের বিমান থেকে এই সব মানুষদের উপর বিষাক্ত কীটনাশক ছিটানোর মধ্যে দিয়েই একজন বুঝতে পারে তাদের মনোভাব কেমন। | この国へとやって来た移民の子孫として、この事件は「彼をヨーロッパに帰りたいと思わせる。。。 |
22 | এই ঘটনা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। লোপেজ বারিওস, প্যারাগুয়ের আদিবাসীদের সাথে ইতিহাসের বিভিন্ন সময় যে জঘন্য আচরণ করা হয়েছে তাতে ইউরোপ থেকে অভিবাসীর সন্তান হিসেবে লজ্জিত [স্প্যানিশ ভাষায়]। | だけど、本当は、搾取者がいなくなればいいのだけど」と書いている。 |
23 | তিনি এই ঘটনা সম্বন্ধে লিখেছেন “ বিষয়টি তাকে ইউরোপে ফিরে যাবার অনুভূতি তৈরি করছে… কিন্তু তার বদলে তিনি মনে করেন শোষকদের এই দেশ ছেড়ে যাওয়া উচিত”। | 自分たちの領土に38世紀以上住んできた先住民族を恨むのは、筋違いのように思う。 |
24 | একটি আদিবাসী সম্প্রদায় যারা ৩৮০০ বছরেরর বেশি সময় ধরে নিজস্ব জমি ও এলাকায় বাস করছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটানো আমার কাছে যথাযথ বলে মনে হয়নি… যদি আমরা আমাদের বড়দের শ্রদ্ধা না করি তা হলে পৃথিবীতে আমাদের টিকে থাকার সময় স্বল্প হয়ে আসবে। যদি লোভ, মুল্যবোধের স্থান দখল করে, তা হলে আমরা অসহায়ের মত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব। | もしお年寄りを敬わなければ、私たちが地球上で生き残る時間は短くなり、欲が徳の前を行けば、私たちはどうしようもなく衰退していくだろう・・・ |