# | ben | jpn |
---|
1 | নতুন আফগানিস্তানের বত্রিশটি ছবি | 32枚の写真でつづる、復興するアフガニスタン |
2 | ভূপৃষ্ঠের উপর থেকে তোলা আফগানিস্তানের রাজধানী এবং দেশটির সর্ববৃহৎ শহরের কাবুলের দৃশ্য, যে শহরের জন সংখ্যা ৩. | アフガニスタンの首都、カブールの街並み。 |
3 | ৩ মিলিয়ন। আফগানিস্তানের কাবুল প্রদেশ হচ্ছে একমাত্র প্রদেশ যার শহরের জনসংখ্যা গ্রামের জনসংখ্যার চেয়ে বেশী। | カブールは人口330万人を抱える同国最大の都市であり、また同市のあるカブール州は、アフガニスタンで唯一、都市人口が農村人口を上回る州でもある。 |
4 | ছবি আকিব খানের। | 撮影:Aaquib Khan |
5 | ভারতীয় ফটো সাংবাদিক আকিব খান ২০১৪ সালে দ্রুত পাল্টাতে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলে এসে হাজির হন। | アフガニスタンに対する一般的なイメージは、銃弾と宗教的な暴力の間で引き裂かれた国であり、女性蔑視の地であり、老いも若きも将来に何の希望も持てない前近代的な地域、といったものだ。 |
6 | এই পোস্টে তিনি তার কিছু ছবি এবং এখানকার সম্বন্ধে তার উপলব্ধি আমাদের কাছে তুলে ধরেছেন। | 私の持つイメージも、昨年アフガニスタンの首都カブールに降り立つまでは、似たようなものだった。 |
7 | ব্যাপকভাবে আফগানিস্তানকে বুলেট এবং ধর্মীয় নিপীড়নে বিধ্বস্ত, নারীদের জন্য নয়, এক প্রাক আধুনিক স্থান যেখানে তরুণ কিংবা বৃদ্ধ কারোর জন্য কোন উন্নত ভবিষ্যতের আশা নেই এমন এক রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে দেখা হয়। | カブールで見た景色の多くは、私が考えていたアフガニスタンのイメージと一致したが、一方でカメラにはめったに写らない、私が抱いていたアフガニスタンのイメージとは違う様々な瞬間も目にした。 |
8 | গত বছর দেশটির রাজধানী কাবুলে গিয়ে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আমার মাথায় দেশটির যে ছবি আঁকা ছিল তা এই সব ভাবনা থেকে খুব একটা আলাদা ছিল না। | 古いものと新しいもの、伝統とモダンが、絡み合っている。 |
9 | দেশটিকে আমি যে ভাবে উপলব্ধি করেছি কাবুলের বেশীর ভাগ দৃশ্য তাকে ধারণ করেছে, তবে এখানে এমন অনেক মুহূর্ত রয়েছে সাধারণত যা ক্যামেরায় খুব কম ধরা পড়ে, এখানে আছে নতুন এবং পুরোনো, ঐতিহ্যবাহী এবং আধুনিক, এবং সংঘর্ষে আটকে পড়া এক আফগানিস্তান। | ゆっくりと、しかし着実に、アフガニスタンの人々は、困難に打ち勝とうとしているようにみえる。 顔を隠す児童たち。 |
10 | তবে মনে হচ্ছে ধীরে, কিন্তু ধারাবাহিক ভাবে আফগানরা ক্রমশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। | 写真に撮られることは罪だと考えるアフガニスタン人は多い。 |
11 | ছবি তোলার সময় বিদ্যালয়ের শিশুরা তাদের মুখ লুকিয়ে ফেলেছে, কারণ এখানে অনেকের মতে ছবি তোলা পাপ। | 撮影:Aaquib Khan |
12 | ছবি আকিব খানের। | カブールは、希望と憧れ、人情とおもてなしの気持ちに溢れた場所だ。 |
13 | কাবুল হচ্ছে আশা, উদ্দীপনা, উষ্ণতা এবং আতিথিয়েতায় শহর, আর এর সবগুলো আরো জোরালো হয়ে ওঠে যখন আফগানরা আমার নীল পাসপোর্ট দেখতে পায়।“ | それは、アフガニスタンの人たちが私の青表紙のパスポートを目にした時にも、余すところなく発揮された。「 |
14 | ওহ আপনি ভারতীয়? | おや、君はインド人なのかい? |
15 | আমি ভারতীয় চলচ্চিত্র পছন্দ করি!” | 私はインド映画の大ファンなんだよ!」 |
16 | কাবুলের এক অন্যতম সঙ্গীতের দোকানে হিন্দি চলচ্চিত্র “জব তক হ্যায় জান” ছবির এক বিশাল পোস্টারে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফকে দেখা যাচ্ছে। | カブールの音楽ショップに貼られていた、インド映画「命ある限り」(原題:Jab Tak Hai Jaan)の実物大ポスター。 |
17 | দেশটিতে আধুনিক ভারতীয় চলচ্চিত্রের বেশ উন্মাদনা রয়েছে। | 男優シャー・ルーク・カーンと女優カトリーナ・カイフが描かれている。 |
18 | তুরস্কের টেলিভিশনের ধারাবাহিক নাটকগুলো এখানে এখানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। | 最近のインド映画はアフガニスタンで非常に人気がある。 |
19 | ছবি আকিব খানের। | また、トルコのメロドラマの人気も高まっている。 |
20 | আফগানিস্তানের বাজারে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতের রাজত্ব, তবে দেশটির তরুণদের মাঝে জেনিফার লোপেজ এবং ব্রিটানি স্পিয়ার্সও বেশ জনপ্রিয়। | 撮影:Aaquib Khan インド映画とインド歌謡は、カブールの音楽市場を席巻している。 |
21 | এখানকার ট্যাক্সিতে, দোকানে এবং তরুণদের ফোনে পুরোনো এবং আধুনিক উভয় ধরনের সঙ্গীত শুনতে পাওয়া যায়। | 一方、若者の間ではジェニファー・ロペスやブリトニー・スピアーズが大変有名だ。 |
22 | ছবি আকিব খানের। | 古い歌や最近の歌が、タクシーや店先から、また若者の持つ携帯電話から聞こえてくる。 |
23 | ভারতীয় চলচ্চিত্র তারকাদের পোস্টার দিয়ে দেশটির সঙ্গীতের দোকানগুলো সাজানো। | 撮影:Aaquib Khan |
24 | এখানে একটা কেনাকাটার দোকানের নাম দিল্লির বিখ্যাত সিলেক্ট সিটি ওয়াকের নামে করা হয়েছে। | インドの映画スターのポスターが、アフガニスタンの音楽ショップの店先を飾っている。 |
25 | ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির বিভিন্ন শাখা এবং একই সাথে ভারতীয় বিভিন্ন মফস্বল শহরের কিছু ক্ষুদ্র সংস্করণ ভিড়ে পরিপূর্ণ কোন বাজারের এক কোনে হঠাৎ করে চোখে পড়ে যায়। | デリーにある有名なショッピング・モール「Select City Walk」にちなんで名付けられたモールもある。 |
26 | কাবুলের এক কেনাকাটার দোকানের নাম সিলেক্ট সিটি ওয়াক। | インドの大都市にある大学を卒業した人はもちろん、インドの小さな町の大学出身者まで、混みあったショッピングエリアの周辺では見つけることができるだろう。 |
27 | দেশটিতে কেনাকাটার দোকানের সংখ্যা ক্রমশ উল্লেখযোগ্য হারে বাড়ছে। | 「Select City Walk」と名付けられたカブールにあるショッピング・モール。 |
28 | ছবি আকিব খানের। | カブールでは新しいモールが次々とオープンしている。 |
29 | দিলজান অনেক বছর ধরে কাবুলের রাস্তায় বই বিক্রির কাজ করে আসছে। | 撮影:Aaquib Khan |
30 | তিনি বিশ্বাস করেন যে আফগান তরুণদের অবশ্যই বই পাঠ করা উচিত, তাদের নিজেদের এবং জাতির স্বার্থে। | Dil Janは、もう長いことカブールの路上で本を売っている。 |
31 | ছবি আকিব খানের। আফগানিস্তান মোটেও অভিন্ন সংস্কৃতি ও জাতির এক রাষ্ট্র নয়। | 彼女は、アフガニスタンの若者は、自分たち自身のためにも国家のためにも、本を読むべきだと信じている。 |
32 | এখানে বোরকায় আপাদমস্তক ঢাকা ধীর পায়ে বিদ্যালয়গামী বালিকার পাশ দিয়ে হেঁটে যেতে হয়। | 撮影:Aaquib Khan |
33 | তরুণীরা বিশ্ববিদ্যালয়ের পথে এগিয়ে যাচ্ছে, এদিকে রাস্তার ধারে চালানো সিডি আর ডিভিডি থেকে বলিউড ও হলিউড-এর চলচ্চিত্রের আওয়াজ ভেসে আসছে। | アフガニスタンは画一主義とは無縁だ。 ブルカをまとった女性たちの脇を歩くのは、登校中の女の子たちだ。 |
34 | তালেবান আমলে বিনোদনের প্রতি যে কঠোর নিষেধাজ্ঞা ছিল, সেটা মনে হচ্ছে এখন অনেক দূরের বিষয়। | インド映画やハリウッド映画の映像や音楽が流れる中、若い女性たちが大学へと向かう。 |
35 | যে দেশে তালেবানরা বামিয়ানের বৌদ্ধমূর্তি ভেঙ্গে ফেলেছে, এখন সেই দেশে কাবুলের দোকানগুলোয় মানব দেহের সমান পুতুল দোকানের জানালাকে অলঙ্কৃত করে পাত্রের জন্য কনের বিবাহের পোষাকের খরচের হিসেব বাড়িয়ে দিচ্ছে। | 娯楽が全面的に禁止されていたタリバン政権時代とは大違いだ。 タリバンがバーミヤンの大仏を破壊したこの国で、カブールの店先のショーウィンドウにあるマネキンは豪華なウエディングドレスをまとっている。 |
36 | মানব আকারের সমান পুতুলগুলো অভিজাত বিবাহের পোষাক পড়ে আছে। | エレガントなウエディングドレスを着ているマネキン。 |
37 | এখানে মানসম্মত বিবাহের পোষাকের দাম ১৫,০০০ (২১৫মার্কিন ডলার) থেকে ২০,০০০ (৩৪০ মার্কিন ডলার) আফগানী (আফগানিস্তানের মুদ্রা)। | 平均的なウエディングドレスは、1万5000アフガニ(訳注:約3万1000円。 |
38 | বিগত কয়েক বছরে কাবুল জুড়ে ব্যাঙের ছাতার মত ব্যয়বহুল বিয়ের আয়োজন কেন্দ্র গড়ে উঠেছে। | アフガニはアフガニスタンの通貨単位)から2万アフガニ(約4万2000円)する。 |
39 | ছবি আকিব খানের। | ここ数年で、豪華な結婚式場がカブール市内で急速に増えた。 |
40 | আর আছে প্রতিদ্বন্দ্বিতা মূলক মোবাইল সেবা প্রতিষ্ঠাগুলোর বিজ্ঞাপন, এফএম রেডিও ষ্টেশন, ২৪ ঘণ্টার সম্প্রচার মূল টেলিভিশন চ্যানেল, নারী অধিকার নিয়ে আলোচনা করা অজস্র টক শো। | 撮影:Aaquib Khan それから、互いに競い合う携帯電話会社の広告があり、FMラジオ局があり、24時間やっているTVチャンネルがあり、女性の権利を語るトークショーも数多くある。 |
41 | আছে হুক্কা বার, যেখানে হুক্কা টানতে ও কফি পান করতে পারা যাবে। | 水煙草バーもあり、そこでは水煙草とコーヒーが楽しめる。 |
42 | সেখানে কোন নারী কিংবা মদ জাতীয় পানীয়ের প্রবেশের সুযোগ নেই, কিন্তু সেখানে অনেক তরুণ গানের তালে তালে নাচে। | 女性はいないしお酒もないが、若い男性が大勢、大音量の音楽に合わせて踊っている。 |
43 | আফগানিস্তানে মোবাইল ফোনে গান ও ভিডিও ডাউন লোড করা এবং কমপ্যাক্ট ডিস্কের চাহিদা ক্রমশ বাড়ছে। | アフガニスタンでは、音楽やビデオを、携帯やCDに入れるサービスへの需要が高まっている。 |
44 | অনেক তরুণ, এমনকি অনেক ধার্মিক প্রবীণ, নিজেদের পছন্দের গান আপলোড করার জন্য এই সমস্ত দোকানে এসে হাজির হয়। | 多くの若者から、信仰心篤い年配の男性までが、自分の好きな音楽を携帯やCDに入れるため、これを商売にしている人のところを訪れる。 |
45 | ছবি আকিব খানের। তালেবানের পতনের পর এখানে ২০০-এর বেশী ব্যায়াগার খোলা হয়েছে। | 撮影:Aaquib Khan |
46 | এমনকি নারীদের জন্যও ব্যায়ামাগার রয়েছে। | タリバン政権の崩壊後、200以上のスポーツジムがオープンした。 |
47 | ছবি আকিব খানের। | 女性用のジムもある。 |
48 | ভেঁপু বাজিয়ে একটা গাড়ি পথিককে অতিক্রম করে যাবে এবং তাকে ধুলোর মাঝে রেখে যাবে। | 撮影:Aaquib Khan |
49 | আফগান নাগরিকরা কাবুলে ক্রমশ দূষণ বাড়ছে বলে অভিযোগ করছে। | 車がクラクションを鳴らして通り過ぎて行き、歩行者を砂埃まみれにしてしまう。 |
50 | রাস্তায় নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছে, পথচারীদের মাথার উপর হেলিকপ্টারের উড়ছে। | カブールの汚染が進んでいるとアフガニスタンの人々は不満を述べている。 |
51 | দেশটিতে এই উচ্ছ্বাসের মাঝেও একটি আশঙ্কা রয়ে গেছে- যখন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সেনা চুড়ান্ত রূপে প্রত্যাহার করে নেওয়া হবে, তখন কি হবে? | 通りには保安要員が配置され、通りを歩く人の頭上ではヘリコプターが空中待機している。 |
52 | কিন্তু তরুণ আফগানরা বিশ্বাস করে তাদের এই রাষ্ট্র দশকের পর দশক ধরে দুর্বলতা এবং বিভক্তির শেষে এখন শক্তি সঞ্চয় করছে। | 街に活気が溢れる一方で、駐留米軍が完全に撤退したらどうなるんだろう、という不安の声も聞かれる。 |
53 | তারা এক স্লোগান দিচ্ছে যেটিতে তারা বলছে “নই তাজিক, নই হাজারা, নই পশতুন, আমরা সবাই আফগান”। | しかしアフガニスタンの若者たちは、何十年にもわたり分断され脆弱だったこの国が今、強さを取り戻しつつあると信じている。 |
54 | আফগানিস্তান কেবল আফগানদের জন্য! | 彼らはこんなスローガンを叫ぶ。「 |
55 | এই গ্রাফিতিতে আফগানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। | アフガニスタンはひとつだ。 |
56 | ঐতিহ্যগত ভাবে আফগানরা জাতিগত এবং ভাষাগত ভাবে বিভক্ত। | タジク人も、ハザラ人も、パシュトゥーン人もない」 |
57 | ছবি আকিব খানের। | アフガニスタン人のためのアフガニスタンを! |
58 | ধ্বংস প্রাপ্ত দারুল আমান ভবনের সামনে এক তরুণ তুর্কী ইন্টারনেটে প্রবেশ করেছে। | グラフィティは、伝統的に民族と言語によって分断されていたアフガニスタン人に結束を呼びかけている。 |
59 | ১৯৩০ -এর দশকে নির্মিত এই ভবন কাবুলের অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। | 撮影:Aaquib Khan |
60 | ২০১২ সালের এক হিসেব অনুসারে দেশটিতে দুই কোটি মোবাইল ব্যবহারকারীর অনুপাতে মাত্র ৫. | 廃墟となったダルラマン宮殿の近くでインターネットサーフィンに興じる若者。 |
61 | ৫ শতাংশ তরুণ ইন্টারেনেট ব্যবহারে সুবিধা প্রাপ্ত। | この宮殿は1930年代に建設され、カブールで起きた数多くの政変をくぐり抜けたことでも知られる。 |
62 | গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনে তরুণদের একে অন্যের সাথে যোগাযোগ তৈরীতে প্রযুক্তি এক ভূমিকা পালন করে। | アフガニスタンの若者の内、インターネットにアクセスできるのはわずか5.5パーセントにすぎない。 |
63 | ছবি আকিব খানের। | 一方、携帯電話を持つ人の数は2012年で2千万人に達した。 |
64 | কাবুলে নাদির শাহের সমাধির কাছে আফগান সেনারা দাঁড়িয়ে আছে। | 昨年のアフガニスタン大統領選挙の期間中には、若者を結びつけるのにテクノロジーが一役買った。 |
65 | দেশটিতে প্রায় ৩৫০,০০০ জন সৈন্য রয়েছে। | 撮影:Aaquib Khan |
66 | কিন্তু তাদের নিয়ে এই আশঙ্কা রয়েছে যে দেশটিতে অবস্থানরত বিদেশী সেনারা একেবারে দেশ ছেড়ে চলে গেলে, তারা তালেবানদের মোকাবেলায় সক্ষম হবে কিনা। | カブール、ナーディル・シャー廟近くに立つアフガニスタン兵。 |
67 | ছবি আকিব খানের। | アフガニスタンには35万人の兵士がいるが、外国軍が完全に撤退した後、抵抗を続けるタリバンに対抗する力があるのか、その能力については不安の声も聞こえる。 |
68 | তালেবান শাসনামলের মত বোরখা পড়ার বাধ্যবাধকতা না থাকলেও দেশটিতে এখনো নারীদের ব্যাপকভাবে বোরখা পড়তে দেখা যায়। | 撮影:Aaquib Khan |
69 | দেশটির প্রায় ২৮ শতাংশ সাংসদ নারী। | タリバン政権時代と違って、もう公式な義務ではないにもかかわらず、ブルカを着用する人は依然として多い。 |
70 | ছবি আকিব খানের। | アフガニスタンの国会で、女性議員の割合は約28パーセントだ。 |
71 | তালেবানদের সময় মেয়েদের বিদ্যালয় গমনের হার ছিল শূন্যের কোটায়, আর সে সময় লক্ষ লক্ষ ছেলে বিদ্যালয়ে যেত। | 撮影:Aaquib Khan |
72 | বিশ্বব্যাংকের এক পরিসংখ্যান অনুসারে ২০১২ সাল নাগাদ দেশটিতে ৭৮ লক্ষ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে প্রায় ২৯ লক্ষ শিশু হচ্ছে মেয়ে। | タリバン支配の間、学校に通う女子の数はゼロ、男子は100万人だった。 |
73 | আফগানিস্তানে নারী শিক্ষার হার এখন ৩৬ শতাংশ। | 世界銀行の見積りによると、2012年までに780万人が学校に通うようになり、その内の290万人は女子だという。 |
74 | ছবি আকিব খানের। | アフガニスタンの女性の識字率は約36パーセントである。 |
75 | আফগান এক চশমা বিক্রেতা। | 撮影:Aaquib Khan |
76 | ছবি আকিব খানের। | アフガニスタンのメガネ売り。 |
77 | আফগান নাগরিকেরা চালের চেয়ে গম থেকে তৈরী খাবার বেশী পছন্দ করে, যেখানে দক্ষিণ এশিয়ার বেশীর ভাগ নাগরিক তার উল্টোটা পছন্দ করে। | 撮影:Aaquib Khan |
78 | পুরো আফগানিস্তান জুড়ে রাস্তার পাশে ঐতিহ্যবাহী “নানাবাই” নামক রুটি বিক্রি হয়। | 南アジアに住む多くの人々と違って、アフガニスタンの人たちは米より小麦を好む。 |
79 | রুটি বিক্রেতারা বিভিন্ন ধরনের নানাবাই তৈরি করে থাকে, কখনো কখনো তা দুই থেকে তিন ফুট লম্বা এবং বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। | 伝統的な食べ物「ナーンベイ(Naanbai)」は、アフガニスタン各地の路肩で売られている。 |
80 | ছবি আকিব খানের। | ナーン職人は色々な種類のナーンベイを焼くが、時には長さが60センチから1メートル近くもあって形も違うナーンを焼く。 |
81 | আফগানিস্তান এমন এক রাষ্ট্র যে দীর্ঘ সময় ধরে এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে আছে, যেখানে জীবন ধরনের উপায় হচ্ছে ব্যবসা। | 撮影:Aaquib Khan |
82 | কাবুলে এক বৃদ্ধ, যে মাথায় টুপি পড়ে আছে সে এক অস্থায়ী ভাবে বানানো বিদেশী মুদ্রা বিনিময়ের দোকান দিয়ে বসেছে, পাশাপাশি অন্যেরা খোলা আকাশের নীচে বসে একই ব্যবসা করছে। | 非常に長いこと戦場だった国では、生き延びる主な手段は、依然、小商いだ。 |
83 | বিদেশী অনেক কর্মীর উপস্থিতির কারণে এখন পুরো কাবুল জুড়ে বিদেশী মুদ্রা বিনিময়ের দোকান দেখা যায়। | 縁なし帽を被った老人が、その日暮らしの両替業を行う横で、他の男たちは日の当たる椅子に腰掛けている。 |
84 | ছবি আকিব খানের। | アフガニスタンには外国人労働者がいるため、カブール中で両替への需要は高い。 |
85 | কাবুলের আভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) জন্য নির্মিত সবচেয়ে বৃহৎ শিবিরে বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে একটি মেয়ে আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। | 撮影:Aaquib Khan |
86 | চারাহি কাম্বার নামক এলাকায় অবস্থিত এই আইডিপি শিবিরে প্রায় ৯০০ পরিবার বাস করে, যেখানে কোন বিদ্যালয় নেই, আছে কেবল একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র, যেখানে চারজন ডাক্তার কাজ করে। | カブール最大の国内避難民キャンプで、雨を避けて走る少女。 |
87 | এখানে যারা বাস করে তাদের অনেকে হেলমন্দ, কান্দাহার এবং ওরজগান প্রদেশের দূর দূরান্ত থেকে এসেছে, সে সব প্রদেশের এখনো সংঘর্ষ চলছে। | このCharahi Qambarにあるキャンプには約900世帯が生活するが、学校はなく、病院は医者4人がいる移動型クリニックひとつしかない。 |
88 | কাবুলে এরকম ৪০ টির মত আইডিপি শিবির রয়েছে। | このキャンプに住む人のほとんどが、未だ紛争地帯であるヘルマンド州やカンダハール州、ウルーズガーン州といった遠くの地方からやって来た人々だ。 |
89 | ছবি আকিব খানের। | カブール周辺に、このようなキャンプは40ある。 |
90 | রেস্তরাঁ এবং পানশালা (মদ, নয় কফির) তরুণরা গান গায় এবং নাচে। | 撮影:Aaquib Khan |
91 | এখানে এসে হুক্কা টানা এবং কফি পান করা কাবুলে এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, গায়ক এবং গায়িকার এখন এখানে নিয়মিত গান গায়। | 若者たちがレストランやバーで、歌ったり踊ったり、水煙草をふかしたり、コーヒーをすすったりする姿は、カブールでは段々普通に見られるようになってきた。 |
92 | তবে সাম্প্রতিক সময়ে এই সমস্ত স্থানে পুলিশের অভিযানের ফলে কাবুলের কফি সংস্কৃতির প্রতি হুমকি তৈরী হয়েছে। | 女性歌手を含め、歌手が歌う姿もよく見られる。 |
93 | ছবি আকিব খানের। | しかし最近の警察の強制捜査で、カブールのカフェ文化は脅かされている。 |
94 | কাবুলের এক ব্যস্ত বাজারে এক কাবাব বিক্রেতা সন্ধ্যায় হেঁটে যাওয়া পথচারীদের কাছে কাবাব বিক্রি করেছে, রাতের বেলায় নিরাপত্তা নিয়ে কাবুলে উদ্বেগ রয়েছে। | 撮影:Aaquib Khan 夕方の通行人相手に商売をする、にぎやかなカブール市場内のケバブ売り。 |
95 | ছবি আকিব খানের। | 治安への不安が、カブールのナイトライフに影を落としている。 |
96 | এক কিশোর আহমেদ শাহ মাসুদের ছবির দিকে তাকিয়ে রয়েছে, যিনি অনেক আফগানিস্তানের কাছে এক বীর, যে সোভিয়েট ইউনিয়ন এবং তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছে। | 撮影:Aaquib Khan 多くのアフガニスタン人にとっての英雄、アフマド・シャー・マスードの写真に目をやる少年。 |
97 | ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সংঘঠিত নাইন- ইলেভেন নামক হামলার ঠিক আগে মাসুদ এক গুপ্তঘাতকের হাত খুন হন। | マスードは、ソビエト連邦およびタリバンと戦った人物で、2001年、アメリカ同時多発テロ事件の直前に暗殺された。 |
98 | ছবি আকিব খানের। | 撮影:Aaquib Khan |
99 | প্রায় ১৬ লক্ষ আফগান মাদকাসক্ত, যার মধ্যে ৭ শতাংশ হচ্ছে শিশু, ২০১১ সালে যুক্তরাষ্ট্র পরিচালিত তালেবান বিরোধী অভিযানের পর আফগানিস্তানের অনেকে এলাকায় মাদক উৎপাদন বেড়ে গেছে। | 国民の内、約160万人が薬物中毒であり、その7%は子供だ。 |
100 | বিশ্বের মোট আফিমের ৯০ শতাংশ আফগানিস্তানে উৎপাদিত হয়। | 2001年のアメリカ主導の侵攻以来、アフガニスタン各地における麻薬の生産は増加した。 |
101 | ছবি আকিব খানের। | 同国は現在、世界のアヘンの約90パーセントを生産している。 |
102 | কাবুলের উপকণ্ঠে এক তরুণ মেষপালক একটি খেলনা বন্দুক হাতে প্রহরীর কাজ করছে, আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জ্যান কুবিস শিশুদের সৈনিক হিসেবে নিয়োগ যাতে না করা হয় তার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রদান করেছে। | 撮影:Aaquib Khan 羊飼いの少年がおもちゃの銃を持って警備員のまねをしている。 |
103 | ছবি আকিব খানের। | カブール郊外。 |
104 | কাবুলের এক উন্মুক্ত লড়াই (মার্শাল আর্ট)-এর ক্লাব। | 国連アフガニスタン支援団のヤン・クビシュ特別代表は、子供が少年兵となるのを阻止する必要性を強く訴えた。 |
105 | এই খেলা সম্প্রতি কাবুলের তরুণদের মাঝে এক উন্মাদনার সৃষ্টি করেছে। | 撮影:Aaquib Khan |
106 | এখানে তরুণরা মার্শাল আর্ট শেখার জন্য এই ধরনের ক্লাবে যায়। | カブールの若者の間で最近大人気なのが「Free Fight Club」だ。 |
107 | প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার। | 若者たちは、格闘技のテクニックを学びに、こういったクラブへ通う。 |
108 | ছবি আকিব খানের। | 大会で優勝すれば、高額の賞金を手にすることができる。 |
109 | এখানে এক বালক রঙ্গিন বেলুন বিক্রি করেছে। | 撮影:Aaquib Khan 色とりどりの風船を売る少年。 |
110 | যুদ্ধের ডামাডোলের মাঝ থেকে উঠে আসা শিশুরা এখানকার স্থানীয় বাজারে কাজ করে নিজের এবং পরিবারের জীবন ধারন করে। | 戦争の混沌(こんとん)が残したのは、自分と自分の家族の食い扶持を稼ぐために地元市場で働く子供たちの姿だ。 撮影:Aaquib Khan |
111 | ছবি আকিব খানের। | 店じまいを急ぐ果物売り。 |
112 | এক ফল বিক্রেতা তার দোকান বন্ধ করায় ব্যস্ত, আফিমের পরে ফল এবং বাদাম আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। | アヘンに次いで、果物とナッツ類はアフガニスタン第2の輸出品となっている。 撮影:Aaquib Khan |
113 | ছবি আকিব খানের। | 私のカメラをじっと見つめる子供。 |
114 | এক শিশু আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। | 撮影:Aaquib Khan |
115 | ছবি আকিব খানের। | カブールの絵ハガキ屋の店頭を飾る、アフガニスタンの有名人の写真。 |
116 | কাবুলে এক পোস্টার বিক্রেতা বিখ্যাত আফগানদের ছবি প্রদর্শন করছে। | 撮影:Aaquib Khan |
117 | ছবি আকিব খানের। | クリケットがちょっとした人気に! |
118 | আফগানিস্তানের মাটিতে ক্রিকেটের সুবাতাস বইছে! | ここ数年、クリケットのアフガニスタン代表チームはなかなかいい成績を収めていて、今年のクリケット・ワールドカップへの出場も決めた。 |
119 | গত কয়েক বছর ধরে আফগান জাতীয় ক্রিকেট দল দারুণ ভাল ফল প্রদর্শন করছে , যারা এ বছর ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। | 撮影:Aaquib Khan ここ10年、アフガニスタンの精肉生産はブームを迎えている。 |
120 | ছবি আকিব খানের। | 精肉生産業で生計を立てているアフガニスタン人は多い。 |
121 | বিগত কয়েক দশকে আফগানিস্তানে মাংস উৎপাদন দারুণ রকম বৃদ্ধি পেয়েছে। | 撮影:Aaquib Khan |
122 | এখানে অনেকে মাংসজাত পণ্য বিক্রির মত ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। | ブズカシは、ボールの代わりに山羊の皮を使う競技で、アフガニスタンと中央アジア一帯で行われている。 |
123 | ছবি আকিব খানের। | その有名な一戦を描いた油絵。 |
124 | এক তৈলচিত্র আফগান এবং মধ্য এশিয়ার জনপ্রিয় বিখ্যাত বুজাকাশি খেলার দৃশ্য তুলে ধরেছে, যে খেলায় বলের পরিবর্তে একটা মৃত ছাগল ব্যবহার করা হয়। | 撮影:Aaquib Khan |
125 | ছবি আকিব খানের। | カブール郊外にあるロシア製戦車の墓場。 |
126 | কাবুলের উপকণ্ঠে অবস্থিত রুশ ট্যাঙ্কের কবরস্থান। | ソ連の侵攻に対するアフガニスタンの抵抗運動の力を象徴するものだ。 |
127 | যা আফগানিস্তানের প্রতিরোধ ক্ষমতার এক প্রতীক। | 撮影:Aaquib Khan |
128 | ছবি আকিব খানের। | 校正:Shione Furuta |