# | ben | jpn |
---|
1 | রাসায়নিক প্ল্যান্ট প্রতিবাদ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চীনের | 中国、化学工場への抗議を検閲 |
2 | চীনের দক্ষিন পশ্চিম কুমিং শহরের অধিবাসীরা কাছাকাছি একটি কারখানায় বিষাক্ত রাসায়নিকের সম্ভাব্য উত্পাদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ৪ মে, ২০১৩ তারিখে রাস্তায় নেমে আসে। | 2013年5月4日、中国の南西部の昆明市の住民は、近くの工場で有毒な化学物質の生産の可能性があるとして抗議のため街頭デモを行った。 |
3 | রাষ্ট্র মিডিয়ার মতে, চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন ফ্যাব্রিক তৈরি করতে ৫,০০,০০ টন প্যারাক্সিলিন (পিএক্স) এর উৎপাদনের জন্য আনিং শহরের কাছাকাছি একটি রাসায়নিক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করছে। | 国営メディアによると、中国石油(中国名:中国石油天然気集団公司)は、安寧市近くのある町にパラキシレン (PX) 50万トンを生産する化学工場を建設することを計画している。 パラキシレンは繊維を作るための原料となる。 |
4 | একটি সম্ভাব্য পিএক্স বিস্ফোরণের বিপদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের কেন্দ্রে প্রায় ৩,০০০ জনের মতো জড়ো হয়। | 市内中心部には3,000人に近い市民が集まり、PX流出の危険性があるとして抗議した。 中国の国営メディアは抗議のニュースを隠している。 |
5 | চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই প্রতিবাদের খবর গোপন রাখছে এবং অনলাইনে ব্যাপক সেন্সরিং করছে। | 2013年5月4日以降、オンライン検閲によって、人気のマイクロブログサイトSina Weibo (新浪微博) からデモに関する情報や写真がどんどん削除されている。 |
6 | গত ৪ মে, ২০১৩ তারিখে থেকে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে সহিংস এই বিক্ষোভ সম্পর্কে সব তথ্য এবং ছবি মুছে ফেলা হয়েছে। | 多くのウェブユーザーたちは、Weibo (微博:中国語でマイクロブログの意味) 上のプロフィール写真を、”昆明PX” という文字をバツで消し込んだイメージ画像に置き変えることによって、抗議デモ支持の意思を示している。 |
7 | অনেক ওয়েব ব্যবহারকারী এই বিক্ষোভের সমর্থনে তাদের উইবো প্রোফাইলে “কুমিং পিএক্স” এর একটি ছবি আপলোড করেছেন। | 昆明は四季を通じた春のような気候のため、花と植物で良く知られた都市である。 また、いつも澄んだ青い空を楽しむことができる数少ない中国の都市の一つだ。 |
8 | চির বসন্তের মত আবহাওয়া এবং এর ফুল ও গাছের জন্য কুমিং শহর সুপরিচিত। | 同様の抗議行動は他の都市でも近年起きていた。 |
9 | নিয়মিত পরিষ্কার নীল আকাশ উপভোগ করার সুযোগ সম্বলিত গুটি কয়েক চীনা শহরের মধ্যে এটি একটি। | 2007年には、中国の東部の アモイ市で何千人もの市民がPX生産工場の建設に抗議した。 |
10 | সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শহরগুলোতে অনুরূপ প্রতিবাদের সূত্রপাত হয়। | 過去2年間で、NIMBY(迷惑施設)に対する大規模な抗議活動が二件、大連と寧波で発生した。 |
11 | ২০০৭ সালে, চীনের পূর্বে জিয়ামেন শহরের হাজার হাজার মানুষ একটি পিএক্স উদ্ভিদ নির্মাণ নিয়ে প্রতিবাদ জানায়। | 抗議者たちは、抗議を象徴するマスクを付け、パラキシレン(PX)流出の危険性を警告した抗議のポスターを掲げた。 |
12 | গত দুই বছরে, দুটি বৃহৎ নিম্বাই প্রতিবাদ ডালিয়ান এবং নিংবো শহরে সংঘটিত হয়। | ( Sina Weiboより) |
13 | প্রতিবাদকারীরা পারাক্সিলাইনের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিবাদে প্রতীকী মাস্ক এবং আস্ফালন পড়েছে। | 昆明のWeibo利用者の一人“Boluocun Yihao”はオンライン上でのさらなる支持を呼びかけた[zh]。 |
14 | কুমিং থেকে এক উইবো ব্যবহারকারী “ব্লুকন ইয়িহো” অনলাইনে কুমিং আন্দোলনকে অধিক সমর্থন জানিয়েছেন: | メディアはコントロールされ、携帯電話の信号は遮断され、市民の安全を守るべき警察は市民を保護しない。「 |
15 | মিডিয়া নিয়ন্ত্রণ, সেল ফোনের সংকেত কাটা, মানুষের নিরাপত্তা রক্ষার জন্য অনুমিত পুলিশ কেউই মানুষদের বাঁধা দিতে পারেনি, “এক্সএক্স পেট্রোকেমিক্যাল রিফাইনারী, কুমিং থেকে বেড়িয়ে যাও!” | XX 石油精製所は昆明からでていけ!」 私たちはmilk river(汚染された昆明の河川はミルク色になってしまった)はいらない。 |
16 | আমরা দুধ নদী চাই না [কুমিং এর একটি দূষিত নদী যার পানি দুধ রঙে পরিণত হয়েছে], আমরা পিএম২. | 私たちはPM2. 5(汚染物質の名称)はいらない。 |
17 | ৫ চাই না [দূষণ],আমরা পিএক্স চাই না। | 私たちはPXはいらない。 |
18 | এই বার্তাটি রিপোস্ট করুন। | このメッセージを再投稿しよう。 |
19 | আমাদের মা কুমিংকে রক্ষা করুন। | 私たちの母なる昆明を守ろう。 |
20 | কুমিং থেকে অন্য একজন উইবো ব্যবহারকারী মিডিয়া সেন্সরশিপের সমালোচনা করেছেন: | 昆明の別のWeibo利用者はメディア検閲を批判[zh]した。 |
21 | এরকম একটি বড় দেশে শুধুমাত্র “বেইজিং সান্ধ্য সংবাদ” সত্যনিষ্ঠ ভাবে কুমিং এ কি ঘটেছে তা রিপোর্ট করেছে। | このような大国で、昨日昆明で起こったことの真実を伝えたところは、未だに『北京イブニングニュース』だけだ。 |
22 | যদিও এটি মূল রিপোর্ট ছিল না, নেট ইজি থেকে উদ্ধৃত করা। | しかしこれはオリジナルレポートはなく、NetEase(網易:中国のインターネット会社)からの引用であった。 |
23 | এটা বলছে, চীনা সংবাদ সংস্থা এ ব্যাপারে এক সাক্ষাত্কার নেয়, কিন্তু শেষ পর্যন্ত এর প্রকাশ নিষিদ্ধ করা হয়। | 中国の報道機関が昨日インタビューを行ったと伝えられているが、最終的にはこれを公開することを禁止された。 新華社通信やCCTVは、できる限り隠ぺいしようとする…。 |
24 | জিংহুয়া সংবাদ সংস্থা বা সিসিটিভি যত দূর সম্ভব তারা এটি এড়িয়ে গেছে …. | 中国には市民を代弁するメディアがない。 この考えに賛同するなら、このメッセージを再投稿しよう。 |
25 | মানুষের কথা বলার জন্য চীনে কোন মিডিয়া নাই। | 昆明の音楽家“Yinyue Xiaosun”は感情を表現[zh]した。 |
26 | একমত হলে এই বার্তাটি পুনরায় পোস্ট করুন। | 横断幕:「美しい昆明よ! |
27 | কুমিং থেকে “ইয়েন জিয়াসুন” নামের একজন সুরকারের অনুভূতির প্রতিধ্বনিত এরুপঃ | 私たちは生き続けなけらばならない! 私たちは健康でいたい! |
28 | ব্যানারে লিখাঃ “সুন্দর কুমিং, আমরা বাঁচতে চাই! | PXは昆明から出て行け!」( |
29 | আমরা সাস্থবান হতে চাই ! | Sina Weiboより) |
30 | পিএক্স - কুমিং থেকে বেড়িয়ে যাও !” | 昆明のメディアの友人たちよ。 |
31 | [সিনা উইবো থেকে] | 私はあなたたちの仕事が何であるかはわかる。 |
32 | কুমিং এর মিডিয়া বন্ধু, আমি আপনাদের কাজ বুঝতে পেরেছি, যেমনটি আমরা আজকের পুলিশদের বুঝতে পেরেছি। | ちょうど今日の警察がどんなものかがわかるのと同じように。 しかしあなたたちは昆明の住人だ。 |
33 | আমরা সবাই আমাদের নিজস্ব শহরকে ভালবাসি এবং আমাদের শিশুরা তাজা বাতাসে শ্বাস নিক, নাকি আপনি তা চান না? | 私たちはみんな、私たちの故郷を愛し、私たちの子供が新鮮な空気を吸えることを望む。 そうじゃないのか?? |
34 | আপনি না? | そうじゃないのか? |
35 | আপনি না ? | そうじゃないのか? |
36 | উইবো ব্যবহারকারী “কং বাতিয়ান” ১৯৯৯ সালে কুমিঙ্গে বিশ্ব উদ্যানজাত প্রদর্শনকে স্মরণ করেছেন: | Weibo利用者の“Kong Batian”は 1999年に開催された世界園芸博覧会を想い起こす[zh]。 |
37 | ১৪ বছর আগে, “২১ শতকে মানুষ এবং প্রকৃতির অগ্রযাত্রা” থিমের অধীনে কুমিং এর জনগণ গর্ব এবং উত্তেজনার সঙ্গে চীনে প্রথম বিশ্ব উত্পন্ন দ্রব্যাদির আন্তর্জাতিক প্রদর্শনীর সূচনা করেছিল! | 14年前、「人間と自然、21世紀への行進」をテーマとした中国で最初の万博を、昆明市民は誇りと興奮の中で開催した! 14年後の今、雲南省の人々は、環境のために戦うため街頭を行進しなければならなかった! |
38 | ১৪ বছর পরে, ইউনানের মানুষ পরিবেশের জন্য যুদ্ধ করতে রাস্তাতে নেমেছে! | これは、昆明の市民にとって大きな皮肉なめぐり合わせだ! |
39 | এটা কুমিং এর মানুষের জন্য বিরাট বিদ্রূপ! | 多くのWeibo利用者たちは著名なジャーナリストBai Yansongの詩を引用した[zh]。 |
40 | অনেক উইবো ব্যবহারকারীরা বিখ্যাত সাংবাদিক বাই ইয়াংসং এর লিখিত একটি কবিতা উদ্ধৃত করেছেন: | 看板:おじさん、おばさん、きれいな空気が欲しい。( |
41 | “আঙ্কেল এবং অ্যান্টি, আমরা নির্মল বাতাস চাই” সম্বলিত পোস্টার (সিনা উইবো থেকে নেওয়া) | Sina Weiboより) もうすぐこの街はゆっくりと視界から消え、歴史から忘れ去られる。 |
42 | শীঘ্রই শহরটি ধীরে ধীরে ইতিহাস বিস্মৃত হবে। | 美しい伝説は常に伝説のままである。 |
43 | সুন্দর কিংবদন্তি সবসময়ের জন্যই কিংবদন্তি। | 誰も責任は問われない。 |
44 | কেউ এর জন্য দায়ী হবে না, কারণ যার হওয়া উচিত বেশী সে ইতোমধ্যে শহর ছেড়ে গেছে এবং তাদের সন্তানদের ইতোমধ্যে অভিবাসন নিয়ে ফেলেছে। | なぜなら責任ある者はすでに街を去ったから。 彼らの子供たちは、ずたずたに寸断され汚染したがん発生地帯である街を、罪のない市民たちに残して、すでに移住した。 |
45 | একটি জীর্ণ এবং দূষিত শহর যেটি একটি ক্যান্সার অঞ্চল - সেই শহরটি হচ্ছে কুমিং। | ……昆明と呼ばれる街を後に。 この記事の校正はYu Murataが担当しました。 |