Sentence alignment for gv-ben-20120517-26949.xml (html) - gv-jpn-20120530-13722.xml (html)

#benjpn
1ভারত: তামিলনাডুর পরমাণু কেন্দ্র বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানインド:タミル・ナードゥ州の反原発運動への弾圧
2ভারতের তামিলনাডু রাজ্যের তিরুনেলভেলি জেলায় বর্তমানে কুদানকুলাম পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের (কেকেএনপিপি) নির্মাণ কাজ চলছে। কিন্তু জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের মতো দূর্ঘটনা ঘটতে পারে, এমন আশংকা করছেন সেখানকার মানুষরা।インドのタミル・ナードゥ州のティルネルベリ地区に建設中の クダンクラム原子力発電所(KKNPP) をめぐり、同施設が悲運に見舞われた日本の 福島原子力発電所 と同じような脆弱性を持っているのではないかという不安の声が高まっている。
3প্রতিবাদকারীরা আশংকা করছেন, ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হলে গত বছরে জাপানে পারমাণবিক তেজস্ক্রিয়ায় যে ধরনের দূর্ঘটনা ঘটেছিল, এখানেও তেমন ঘটনা ঘটতে পারে।活動家たちは、インド洋で地震に続いて津波が発生した場合、昨年日本の海岸線の原子力発電所で起きたような放射能漏れ事故が起こりうると 危惧 している。
4পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয় এক দশক আগে।KKNPPの建設は10年以上前に始まり、間もなく稼働を開始すると見られる。
5আশা করা হচ্ছে কেকেএনপিপি খুব শিগগিরই উত্পাদনে যাবে। স্বেচ্ছাসেবী সংগঠন পিপল'স মুভমেন্ট এগেইনস্ট নিউক্লিয়ার এনার্জি'র (পিএমএএনই) এস পি উদয়কুমার আন্দোলনকারী এবং স্থানীয় জনগণ কেন চায় না বিদ্যুত্ কেন্দ্র চালু হোক, তার তেরটি কারণ লিপিবদ্ধ করেছেন।ボランティア組織「核エネルギーに反対する民衆運動(People's Movement Against Nuclear Energy:PMANE)」のS・P・ウダヤクマール氏は活動家や住民が発電所の稼働を拒む理由を13項目 にして示した。
6তিনি গুরুত্ব দিয়েছেন:彼は次のように主張する。
7কেকেএনপিপি'র ৩০ কিলোমিটার আয়তনের মধ্যে ১০ লক্ষেরও বেশি লোক বাস করে যা এইআরবি'র (অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড) আরোপিত শর্তের চেয়ে অনেক বেশি।KKNPPから半径30キロ位以内に100万人以上が居住しており、これは原子力規制委員会(AERB)の規定を大きく上回る。
8তাই কুদানকুলামে কোনো পরমাণু দূর্ঘটনা ঘটলে সেখান থেকে মানুষজনকে দ্রুত এবং কার্যকরভাবে সরানো সম্ভব হবে না।クダンクラムで原子力事故が起きた場合、これほど大勢の住民を速やかに効率的に避難させることは全く不可能だ。
9বর্তমানে কুদানকুলাম পরমাণু বিদ্যুত্ কেন্দ্র বিরোধী পোস্টার। ক্রাক্টিভিস্টের সৌজন্যে অনুমতি নিয়ে ছবিটি ব্যবহার করা হয়েছে।クダンクラム原子力発電所への抗議活動 画像提供 Kracktvist (掲載許可取得済み)
10প্রতিবাদ এবং গ্রেফতার抗議と拘束
11আন্দোলনকারীদের ওপর সরকারি নির্যাতন আলোকপাত করে ক্রাক্টিভিস্ট-এর সমালোচনা:Kracktivist では政府による抗議者たちへの弾圧に光を当てて、こう言及している。
12১০. ০৯.২০১১ থেকে ১৩.2011年9月10日から12月23日にかけて、警察は107件の実地踏査報告を提出した。
13১২.২০১১ তারিখের মধ্যে পুলিশ ৫৫ হাজার ৭ শত ৯৫ জন লোকের বিরুদ্ধে ১০৭টি এফআইআর (তদন্ত প্রতিবেদন) দাখিল করে এবং ‘অন্যদের' যার মধ্যে ৬ হাজার ৮০০ জন আছেন, যাদের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে।対象になったのは5万5795人と『その他の人々』で、そのうち6800人が騒乱罪と「国家に対する反乱」の罪の両方またはいずれかで検挙された。
14দুই গিগাওয়াট (১ গিগাওয়াট= ১০০০ মেগাওয়াট) রিঅ্যাক্টরের একটির কাজ পুনরায় শুরুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে ২০১২ সালের মার্চ মাসে পুলিশ আনুমানিক ২০০ প্রতিবাদকারীকে গ্রেফতার করে।2012年3月には、発電容量1ギガワットの原子炉2基のうち1基の稼働開始への抗議活動を行ったおよそ200名が拘束 された。
15স্থানীয় সরকার প্রজেক্টটির কাজ পুনরায় শুরু করার একদিন পরে এ ঘটনা ঘটে।州政府が計画を再開した翌日のことだ。
16ভারতের সুপ্রিম কোর্টে কেকেএনপিপি-এর বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে।またインド最高裁判所においはてKKNPPに対する公共利益訴訟(PIL)が起こされた。
17প্রতিবাদকারীদের আটক করায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হতাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে।アムネスティ・インターナショナル(Amnesty International) はインドの首相に充てた手紙の中で、抗議者たちが拘束されたことに遺憾の意を示した。
18যদিও পরমাণু বিদ্যুত কেন্দ্রের প্রতিবাদে সেখানে র‌্যালি এবং প্রতিবাদ হচ্ছে।しかし一方で、原発稼働を支持する集会や抗議運動も展開されている。
19এই প্রতিবাদের অংশ হিসেবে কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে পিপল'স মুভমেন্ট এগেইনস্ট নিউক্লিয়ার এনার্জি (পিএমএএনই) সম্প্রতি তিনটি প্রচারণা (ক্যাম্পেইন) শুরু করেছে।原発への抗議は続いており、「核エネルギーに反対する民衆運動(PMANE)」は最近クダンクラム原子力発電所に反対する3つの運動を展開した。
20ক্রাক্টিভিস্ট জানায়:Kracktivistはこう伝える。
21গ্রামের লোক যারা পরমাণু কেন্দ্রে বিরুদ্ধে তাদের স্বাক্ষর সংগ্রহ, দেশব্যাপী ‘রেসপেক্ট ইন্ডিয়া' প্রচারণা চলার সময়ে প্রতিবেশি তিনটি জেলার ৬০টি গ্রামে ভোটার আইডি কার্ড সমর্পণ করা।全国で「リスペクト・インド」[a]運動が展開していくなか、クダンクラム近隣の3つの地区の60の村で原発に反対する住民による署名運動や選挙民身元証明書の返上などがあるとみられる。
22কেকেএনপিপি'র বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে মূল্যায়ন না করায় ইস্যু নিয়ে সবার মনোযোগ আকর্ষণে মে মাসের ৯ তারিখে তামিলনাডুর ৯টি গ্রামের ২৩ হাজার মানুষ তাদের ভোটার আইডি কার্ড সমর্পণ করেন।5月9日にタミル・ナードゥ州の9つの村の住民約2万3千人が選挙民身元証明書を返上 した。
23সরকার এটাকে সহজভাবে নেয় নি।KKNPPが平和的な抗議活動を無視し続けていることを人々に訴えるためだ。
24ক্রাক্টিভিস্ট জানায়, ১ হাজার পুলিশ আইদিনথাকারাই গ্রামের কাছে অভিযান চালায়।政府はこれを重く見た。
25জেলা কর্তৃপক্ষ কুদানকুলাম এলাকা এবং তার আশেপাশে ১৪৪ ধারা জারি করায়, পিপল'স মুভমেন্ট এগেইনস্ট নিউক্লিয়ার এনার্জি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের পূর্বনির্ধারিত ১০ মে ২০১২ তারিখে আইদিনথাকারাই গ্রামের প্রোগ্রাম বন্ধ ঘোষণা করে।Kracktivist の伝えるところによると、数千人の警察職員がイディンタカライ村周辺に配置され、厳重な取り締まりが行われたようだ。 報道によると「核エネルギーに反対する民衆運動(PMANE)」は2012年5月10日に計画していたイディンタカライ村でのイベントを中止した。
26প্রতিবাদকারীরা অনশন ধর্মঘট করছেন।インド刑事訴訟法第144節などを根拠に州政府がクダンクラムやその周辺での抗議活動等を禁じたのだ。
27ছবি ডায়ানিউক/আম জনতার সৌজন্যে, অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।ハンガーストライキをする抗議者たち 画像提供 DiaNuke/Aaam Janata (掲載許可取得済み)
28যাই হোক ৯ হাজারের মতো মানুষ অংশ নিলেও এদের মধ্যে শ'খানেক অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন।しかし、いまだ9千人ほどが座り込みに参加し、そのうち数百人は断食をやめる時期も決めていない。
29অনশন ধর্মঘট গত মাস থেকে চলছে।ハンガーストライキは先月から続いている。
30কুদানকুলামে নারী অনশন ধর্মঘট করছে, গ্রামের মানুষরা আতংক নিয়ে বসবাস করছে এমন কিছু ছবি ডায়ানিউক/আম জনতা পোস্ট করেছে।DiaNukeとAaam Janataはハンガーストライキをするクダンクラムの女性や絶え間ない不安を抱える村の住民たちの写真を幾枚か掲載してきた。 タミル・ナードゥ州のジャヤラリタ首相は、間もなく発電所の稼働を開始すると明言した。
31তামিলনাডুর মুখ্যমন্ত্রী মিস জয়ললিতা কথা দিয়েছেন যে, বিদ্যুৎ কেন্দ্রটি খুব দ্রুত চালু হবে।DiaNukeのAnuj Wankhede はインド原子力委員会の元委員長M・R・Srinivasan博士を招き、当局が主張するようにクダンクラム原子炉は本当に『世界一安全』なのかについて議論を持ちたいとする。
32ভারতের কর্তৃপক্ষ দাবি করেছে, কুদানকুলামের রিঅ্যাক্টরটি ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ'।反クダンクラムの活動家たちは政府が要求に応えるならば、抗議運動をやめる用意 があるという。
33সত্যিকারভাবেই এটা নিরাপদ কি না সেটা নিয়ে ডায়ানিউক-এ অনুজ ওয়াংখেডে ভারতের আনবিক শক্তি কমিশনের সাবেক প্রধান ড.http://pt.globalvoicesonline.org/?
34এম আর শ্রীনিবাসনকে বিতর্কের আহবান জানিয়েছেন।p=25165
35সরকার তাদের দাবি মেনে নিলে কুদানকুলাম বিরোধীরা তাদের আন্দোলন তুলে নেবে বলে জানিয়েছে।校正 Ayumi Nakajima