# | ben | jpn |
---|
1 | এপ্রিল ফুল দিবস উপলক্ষ্যে জাতীয় টেলিভিশনের ‘মিথ্যাচার’ নিয়ে উপহাস করল ইথিওপিয়ানরা | エイプリルフールとエチオピア国営テレビ |
2 | টুইটারে নিয়মিতভাবে মিথ্যা খবরের শিরোনামের ক্ষুদ্র স্রোত প্রবাহিত করে ইথিওপিয়ানরা এপ্রিল ফুল দিবস পালন করেছে। | エチオピアの人々は、ETVの日頃の「嘘」報道をまねたような、偽のニュースを次々ツイートしてエイプリルフールを楽しんだ。 |
3 | ইথিওপিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের (ইটিভি) “মিথ্যাচার” নকল করে এই মিথ্যা খবরের শিরোনামগুলো তৈরি করা হয়েছে। | ETVとはエチオピア国営テレビ、アフリカのこの国で、国内唯一の国営のテレビ局である。 |
4 | এটি হচ্ছে আফ্রিকান এই দেশটির একমাত্র জাতীয় টেলিভিশন চ্যানেল। ইন্টারনেটবাসীরা #ইটিভিডে হ্যাশট্যাগটি ব্যবহার করে ইটিভিকে “বছরের ৩৬৫ দিন মিথ্যা বলার” দায়ে অভিযুক্ত করেছে। | ネットユーザーらは #ETvDay (ETVの日)のハッシュタグを使い、「年に365日嘘をつく」とETVを非難した。 |
5 | আর এই সবকিছুই শুরু করা হয়েছে নিচের ছবিটি দিয়েঃ | そもそもの発端は下記の画像である。 |
6 | ইটিভি এই দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক দিবসের তালিকাভুক্ত করেছে। | ETVもついに国連の国際記念日リストに載ったよ。 |
7 | আমহারিকে জোমানেক্স খেয়াল করেছেনঃ | ETVスタイルで報道するETVの日。 |
8 | প্রথাতে পরিনত করনঃ বিদেশীদের জন্য এপ্রিল ফুল। | @jomanex pic.twitter.com/8hMK76uWS8 |
9 | “আমাদের” জন্য ইটিভি। | (訳注:このツイートの画像は2014年6月15日現在、閲覧できなくなっています。 |
10 | সোলি ২০১৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী সাধারণ নির্বাচন নিয়ে ঠাট্টা করে বলেছেনঃ আগামী ২০১৫ সালের জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক হয়েছে। | もとの画像は、国連の国際記念日リストの4月の項になぜか「April fool's day」が入っていて、それをペンで消して「Etv's Day」に書き換えたものでした。) |
11 | ২০০৫ সালের বিতর্কিত ইথিওপিয়ান নির্বাচন শেষ পর্যন্ত রাস্তায় প্রতিবাদ কর্মসূচীতে রূপ নেয়। | Jomanex はアムハラ語(訳注:エチオピア公用語)で記した。 |
12 | সে প্রতিবাদে ১৯৩ জন লোক মারা যায় এবং ৩০ হাজারেরও বেশি লোক নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে কারাবরণ করেছে। | 国内向けカスタマイズ:エイプリルフールは外国人用。「 |
13 | ২০১০ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন ইথিওপিয়ান সরকারের বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্ট শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়। | 国内用」はETV。 Soli は2015年の次期総選挙をネタにした。 |
14 | সেই বার তারা সংসদের শতকরা ৯৯. | 来る2015年の国政選挙は公正、自由かつ民主的に行われる。 |
15 | ৬ ভাগ আসন পেয়ে যায়। | 論争激しかった2005年のエチオピア国政選挙では、街頭抗議で193人の死者と3万人以上の被勾留者を出して終わった。 |
16 | বিরোধীদল নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বলেছে, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয়নি। | 2010年の選挙は、与党エチオピア人民革命民主戦線の圧勝に終わり、99.6%の議席を獲得した。 |
17 | ২০০০ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সহস্রাব্দ সম্মেলনে পূর্ব নির্ধারিত সময়ের মাঝে পূরণীয় একগুচ্ছ উন্নয়ন লক্ষ্যমাত্রা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। | 野党はこの結果を受け入れず、また国際監視団によると、この選挙は国際基準を満たしていないという。 どうやら、エチオピアはミレニアム開発目標 (2000年国連ミレニアム・サミットで採択された一連の開発目標)の一つを、それも記録的速さで達成するようだ。 |
18 | স্পষ্টভাবে, ইথিওপিয়া তাঁর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে একটি লক্ষ্য অর্জন করতে পারবেঃ | 情報筋によると、エチオピアはミレニアム開発目標で定められた期限より早く、安全な水道水を供給するとのことだ。 |
19 | খবরের বিভিন্ন উৎস থেকে প্রকাশ করা হয়েছে যে ইথিওপিয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা পূরণের সময়সীমার আগেই পরিষ্কার পানি সরবরাহ করতে সক্ষম হবে। | Gulelle区(訳注:アジスアベバ市)の住民らによると、彼らは20日間飲用水を手に入れることができなかったが、平気だった。 |
20 | গুলেলে উপশহর অধিবাসীরা গত ২০ বছর ধরে নিরাপদ খাবার পানি পাচ্ছে না। | 水なしで生きられるよう訓練を受けてきたからである |
21 | অধিবাসীরা বলেছে, তারা এই লক্ষ্যমাত্রা পূরণের কারণে কোনভাবে প্রভাবিত হবে না। | クリミアの住民投票では、ウクライナの一地方よりロシアへの編入を望む票が圧倒的だった。 |
22 | কারন তাদেরকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে কীভাবে পানি ছাড়া জীবনধারণ করা যায়। | エチオピア中部の都市アダマの住民いわく、エチオピアの「成長と構造改革計画(the Growth and Transformation plan)」は、クリミア半島のロシア編入には全く影響されない。 |
23 | ক্রিমিয়া গণভোটে ইউক্রেনের একটি অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত হতে সিংহভাগ ভোট দিয়েছেঃ | Mahlet はニュースを2種類に分類している。 |
24 | আদামার [মধ্য ইথিওপিয়ার একটি শহর] কয়েকজন অধিবাসী বলেছে যে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযুক্তি ইথিওপিয়ার উন্নতি এবং রুপান্তর পরিকল্পনা কোনভাবে প্রভাবিত হবে না। | 世の中には「ニュース」と「ETVのニュース」がある。 |
25 | মাহলেট খবরগুলোকে দুইটি ভাগে ভাগ করেছেনঃ | #ETvDay |
26 | খবর এবং ইটিভি খবর। | BefeQadu はこう付け足した。 |
27 | বেফেকাদু আরও বলেছেনঃ | 世界には2種類の人間がいる。 |
28 | পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেঃ এক ধরনের মানুষ, যারা প্রতিদিন ইটিভি দেখে এবং অন্য ধরনের মানুষ যাদেরকে সৃষ্টিকর্তা ইটিভি দেখার থেকে রক্ষা করেছেন। | 毎日ETVを見る人と、ありがたいことに見なくて済む人と。 |
29 | “সূর্যকিরণের ১৩ মাস” শিরোনামে ইথিওপিয়ান পর্যটন কমিশনের সাবেক আদর্শবাক্যটি ব্যবহার করে সালেহ বলেছেনঃ | エチオピア観光委員会の以前の標語、「年に13か月は良い天気」をもじって、Saleh はこう言う。 |
30 | সূর্যকিরনের ১৩ মাস এবং সরকারের ১৩ মাস উভয়ই রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলটিতে মিথ্যাচার করেছে। | 年に13か月は良い天気、そして年に13か月は政府が国営テレビで嘘をつく。 |
31 | #ইটিভিডে = এপ্রিল ফুল @বিবিসিআফ্রিকা @এজেস্ট্রিম | #ETvDay = エイプリルフール @BBCAfrica @AJStream |
32 | ইটিভি এক বছরে কতো দিনের মালিক ?: | ETVにとって1年は何日あるのやら。 |
33 | এ সকল অভিযোগের প্রেক্ষিতে সক্রিয় কর্মীরা আজ দিনটিকে #ইটিভিডে ঘোষনা করেছে। | 活動家たちによる「今日はETVの日(#ETVday)だ」との主張に反論して、ETVは「1年のうち今日だけは我々の日ではない」と発表した。 |
34 | ইটিভি ঘোষনা দিয়েছে আজ বছরের একটি মাত্র দিন যা ইটিভির নিজের নয়। | #April1 Oromo Network's(オロモ族ネットワーク)は願っている。 |
35 | #এপ্রিল১ | ETVのジャーナリストが総辞職すればいいのに。 |
36 | ওরমো নেটওয়ার্ক ইচ্ছা পোষণ করেছেনঃ | #ETvDay #13monthsofEtvlies |
37 | আমি আজ ইটিভি সাংবাদিকদের গণ পদত্যাগ আশা করছি। | ETVの日(#ETvDay)に関するツイートの続きは、こちらでお楽しみください。 |
38 | #ইটিভিডে এর বাকি টুইটগুলো এখানে উপভোগ করুন। | 校正:Ilya Maeda |