# | ben | jpn |
---|
1 | আরব বিশ্ব: স্বাগত রমজান | 中東&北アフリカ: ラマダンがやって来た |
2 | ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান শুরু হল। | イスラム暦での第9月、ラマダン が始まった。 |
3 | এ সময়ে মুসলমানরা রোজা রাখে, খোদা তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করে এবং তাঁদের রহমতগুলোকে উদযাপন করে। | ムスリムが日の出から日の入りまでの間、断食を行う時期であり、それによって、神に近づき、自分たちに与えられた恵みを祝福する。 |
4 | বিশ্বজুড়ে এ মাসের উদ্দীপনাকে তুলে ধরার জন্য সম্প্রতি নেটিজেনরা ছবি তুলে বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। | 世界のあらゆる所で、ムスリムの人々は、この月を過ごす様子を写真に収めようとし、また、さまざまなソーシャルメディアで共有を行っている。 Berita Harian (@bharianmy) は、マレーシアで月の弧を観測する写真を共有した |
5 | বেরিতা হারিয়ান (@ ভারিয়ানমাই) মালয়েশিয়াতে নতুন চাঁদ পর্যবেক্ষণের ছবি | イスラム暦 は 月の満ち欠けの周期 に基づいていて、月間の区切りは天文学的な計算を基にしていない。 |
6 | ইসলামি বর্ষপঞ্জী চাঁদের উপর নির্ভরশীল এবং মাসগুলো জ্যোতির্বিদ্যার গণনার উপর নির্ভরশীল নয়। | そのため、ラマダンが29日間となることもあれば、30日間となることもあり、それぞれの月の始まりは、新月後に月の弧を夜空で確認することで定められる。 |
7 | এর মানে রমজান ২৯ কিংবা ৩০ দিনে হতে পারে এবং প্রতিটি মাসের শুরু নির্ধারণ হয় বিকেল বেলার নতুন চাঁদ দেখার পর। | イスラム圏の国ではそれぞれが、毎月の新月観測を行っているので、通常、ラマダンの開始日は、国によって異なる。 |
8 | প্রত্যেক ইসলামিক রাষ্ট্রে নতুন চাঁদ পর্যবেক্ষণের জন্যে রয়েছে নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা, আর এ কারনে সাধারণতঃ সকল মুসলিম দেশগুলোতে একই দিনে রমজান শুরু হয় না। | Ingrid Mattson (@IngridMattson)も、以下のように ツイートしている。 「ラマダン豆知識:太陰月での月初の決め方がそれぞれ違うため、まず一部のムスリムが断食を始めて、その他の人は次の日に始める、というようなことが起こる」 |
9 | ইনগ্রিড ম্যাটসন (@ ইনগ্রিডম্যাটসন) টুইট করেনঃ | 時には、 政治までもが月の始まりを決めるのに影響する。 |
10 | “ রমজান বাস্তবতা- চান্দ্র মাস শুরু হওয়ার বিভিন্ন নির্ধারনী পদ্ধতির মানে হল কোন কোন মুসলিমরা অন্যদের চেয়ে একদিন আগে রোজা রাখে”। | ラマダンの断食中、ムスリムは 食べ物・飲み物の摂取、セックス を、日の出から日没にかけて止める。 |
11 | কখনো কখনো মাসের শুরু হওয়ার বিষয়ে রাজনীতিও ভূমিকা রাখে। | Faculty of ScienceのFacebookファンページに載っている地図を見ると、断食を行う時間が世界中で違うことが分かる。 |
12 | মাসজুড়ে মুসলমানেরা রোজা রাখে এবং সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন কর্ম থেকে বিরত থাকে। | ページには、アルゼンチンのムスリムが9時間半しか断食を行わないことをうらやましがるコメント、デンマークのムスリムに同情するコメントなどが、ユーザーから寄せられた。 ラマダン・ランタン 写真 Omar Shoeb |
13 | ফ্যাকাল্টি অব সায়েন্স ফ্যান ফেসবুক পাতায় প্রকাশিত মানচিত্রে বিশ্বজুড়ে রোজার সময়ের তারতম্য প্রদর্শিত হয়েছে। | 明るく輝くラマダン・ランタン(Fanous Ramadan)の伝統も、一部の地域にはある。 |
14 | ফেসবুক ব্যবহারকারীরা আর্জেন্টিনার মুসলমানদের প্রতি ঈর্ষা প্রকাশ করেছে কারন তাঁদের মাত্র সাড়ে নয় ঘণ্টা রোজা রাখতে হবে আর ডেনমার্কের মুসলিমদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছে | 数世紀前のエジプト、ファーティマ 朝の時代に、 Al-Muizz Lideenillah がカリフに即位した際、人々がランタンを持ち、祝ったのが始まりである。 |
15 | রমজান লণ্ঠন, ওমর শোয়েব শেয়ার করেছেন | それが、ラマダンと時期が重なっていたのだ。 |
16 | শতবর্ষ প্রাচীন রমজান লণ্ঠনের ঐতিহ্য (রমজান ফানুস) মিশরে ফাতিমিদ যুগে এটা শুরু হয়। | ランタンは今や ラマダンのシンボル となり、広場に架けられたり、 市道に渡されたりする。 |
17 | খলিফা আল-মুইজ লিদিনিল্লাহ - এর শাসনামলে তাঁর শাসনকাল উদযাপনের জন্য প্রজারা এই লণ্ঠন ধরে থাকত যা রমজানের সাথে কাকতালীয়ভাবে মিলে যায়। | ランタンの装飾と 光 は、ラマダンの祝いの雰囲気に花を添えてくれる。 |
18 | বর্তমানে লণ্ঠন রমজানের প্রতীকে পরিনত হয়েছে, মাসটিতে উৎসবের আমেজ যোগ করার জন্য লণ্ঠন গুলোকে বাতি জ্বেলে সুসজ্জিত করে বড় সড়ক চত্বরে এবং শহরের রাস্তাগুলোতে ঝোলানো হয়। | 現在、エジプトで使われているランタンは、地元で作られるものと、 中国からの輸入のもの とがある。 |
19 | ইদানিংকালের লন্ঠন গুলো স্থানীয়ভাবে প্রস্তুতকৃত অথবা চীন থেকে আমদানি করা। | Nadia Kady は、手に入れた 新しいランタンの写真を共有している。 |
20 | নাদিয়া কাদি তাঁর নতুন ফানুশের ছবি শেয়ার করেছেন।, লাইলা এল শাফি টুইট করেন: | Laila El Shafie は、以下のように ツイートした。 |
21 | “ দাদীর কিনে দেওয়া লণ্ঠন ছাড়া রমজানের ছবি তোলা খুব দুরূহ। | 「ランタンを買ってくれた、おばあちゃんがいないラマダンなんて、想像できない。 |
22 | তাঁর আত্মা শান্তি লাভ করুক। | おばあちゃんの魂が安らかに眠りますように。 |
23 | তাঁকে ছাড়া এটা আমার প্রথম রমজান”। | おばあちゃんがいない、初めてのラマダンです」 |
24 | অন্যদিকে নাদা রুস্তম আমদানী করা নতুন কাঠামোর লণ্ঠনের সাথে প্রথাগত লণ্ঠনের তুলনা করে তাঁর ভাবনা শেয়ার করেছেন। | また、Nada Rostom は、輸入物のランタンの新しい形を、伝統的なランタンと比べた 感想を共有した。 |
25 | তিনি লিখেন: | 彼女の意見はこうだ。 |
26 | একটা স্পঞ্জ বব লণ্ঠন! | スポンジ・ボブのランタン! |
27 | তাঁরা পুরোপুরিভাবে আসল লণ্ঠনকে ধ্বংস করেছে! | 伝統的なランタンの雰囲気がぶち壊し! |
28 | মোমবাতিসহ তামার লণ্ঠন আমি পছন্দ করি (অথবা বাল্বসহ, কারন এটা পুড়ে না) | ろうそく(あるいは燃えないように、電球)の銅でできたタイプが私は好き。 |
29 | বাহরাইনের লুলু চত্বরে কামান দাগার পুরনো ছবি- বাহরাইনী প্যাট্রিওট কর্তৃক শেয়ারকৃত | Bahraini Patriot は、バーレーンの Lulu Roundabout で使われていた大砲の古い写真を共有した |
30 | রমজানের আরেকটি প্রতীক হল বন্দুক। | アラブ圏の一部では、砲火もラマダンのシンボルとなっている。 |
31 | অতীতে ভোরে এবং সন্ধ্যায় গুলি ছোড়া হত যাতে লোকজন রোজা শুরু ও শেষ করার সময় বুঝতে পারে। | 以前は、日の出時と日没時に銃を発射し、断食の時間の始まりと終わりを皆に伝えていた。 |
32 | বর্তমানে সঠিক সময় নির্ধারনের জন্য আমাদের রয়েছে বিভিন্ন বর্ষপঞ্জি ও মোবাইল এপ্লিকেশন, তারপরেও প্রথা এখনও চালু রয়েছে, এবং এখনও শুভেচ্ছা কার্ডে নতুন চাঁদের সাথে বন্দুক কিংবা কামানের ছবি দেখা যায়। | 現在では、 厳密なタイミングを知るのに、さまざまな形式のカレンダー や 携帯電話のアプリ などもある。 それでも伝統はいまだに残っており、ラマダンのグリーティングカードには、銃や大砲が、ランタンや三日月とともに、よく使われている。 |
33 | মাজেদ সালেহ- সাময়িক ভাবে যিনি এখন ক্ষুধার্ত - এ বলে টুইট করেন যে ভুলক্রমে আগেভাগেই যদি গুলি ছোড়া হয়। | Maged Saleh は、今まさにお腹を空かせているようで、 うっかり誰かが早まって砲火をしてくれないか、とツイートしていた。 日が沈めば、銃や大砲が発射され、皆食べたり飲んだりし始める。 |
34 | সূর্যাস্ত হলেই বন্দুক কিংবা কামান দাগা হয়, লোকজন তখন খাওয়া-দাওয়া শুরু করে, উপবাসের পর যখন খাবার খাওয়া হয় তখন তা প্রাতরাশের মত অনুভুতি যোগায়, আরবিতে একে ইফতার বলা হয়। | 断食(fasting)のすぐ後の食事だから、ブレックファスト(breakfast)と呼ばれるのも当然だ。 アラビア語では Iftar という。 |
35 | আত্মীয় এবং বন্ধু-বান্ধব একে অপরকে বাড়িতে আমন্ত্রন জানায় এবং অনেকেই নতুন ও ভিন্ন ধরণের খাবার প্রস্তুত করে। | 親戚や友人を自宅に招きあい、多くの人が新しい料理や、 普段とは違う調理 に挑戦する。 人々 は普段と違ったさまざまな料理の写真を共有している。 |
36 | বিভিন্ন ধরণের খাবারের ছবি নেটিজেনরা শেয়ার করেনঃ | エジプトの Salma Hega は、Qatayef が作られている写真を共有した。 |
37 | মিশরের সালমা হাজেব কাতায়েফ তৈরির ছবি শেয়ার করেছেন। | この種類の菓子は、菓子屋で焼かれており、人々はそれを買う。 |
38 | এ ধরণের পেস্ট্রি কারখানায় তৈরি হওয়ার পর লোকেরা সেগুলো কিনে নেয়, মাখন এবং বাদাম যুক্ত করে ভাজা হয় এবং চিনির সিরার প্রলেপ দেওয়া হয়। | そこに、クリームやナッツを詰め、揚げて、蜜をかける。 Mohamed Ahnin は、ラマダンが始まる前に 最後の朝食 の写真を共有した。 |
39 | রমজানের আগে সর্বশেষ প্রাতঃরাশের ছবি মোহামেদ আহনিন শেয়ার করেছেন। | Serkan Balbal shared は トルコ料理 の写真を共有した。 |
40 | তুর্কী খাবারের ছবি সেকরান বাল্বাল শেয়ার করেছেন। | Rym Rymma は エジプトのデザート写真 を投稿した。 |
41 | রাইম রাইম্মা অন্যান্য মিশরীয় মিষ্টান্নের ছবি পোস্ট করেছেন, ফ্রান্স থেকে এবং বসনিয়া থেকেও অন্যান্যরা ছবি শেয়ার করেছে: | フランス やボスニアからも写真が投稿された。 ボスニア出身の Emina Aganovic は、一種のデザートである Halava の写真を投稿した。 |
42 | হালুয়া, এক ধরণের মিষ্টান্নের ছবি বসনিয়া থেকে এমিনা আগানভিক শেয়ার করেছেন | Kae Kurd は、人々がお腹をすかせているのに、と Instagram のユーザーに向けてこんな注意 を発している。 |
43 | লোকজন যখন ক্ষুধার্ত তখন এ ধরণের খাবারের ছবি ইন্সটাগ্রাম ব্যবহারকারী কায় কুরদ কে সতর্ক করে । | 断食明けの食事の後は、アラブ圏では多くの人がテレビを付ける。 ラマダンのメロドラマが始まる時間だ。 |
44 | প্রাতঃ রাশের পর, আরব বিশ্বের অনেকেই টিভি খুলে রমজানের নাটক উপভোগ করে, কিন্তু সিরিয়াতে এ বছর তার কিছুটা ব্যাতিক্রম হবে। | しかし、今年のシリアは、状況が少し違う。 シリアのMeshal Alnamiはこの写真を投稿し、「ラマダンの間も、打倒バシャール・アサドの展開をフォローして」と書かれている。 |
45 | সিরিয়া থেকে মেশাল আলনামি এ ছবিটি পোস্ট করেছেন, এতে বলা হয়েছে: “রমজানের প্রতিদিন আমাদের অনুসরন করুন, বাশার পতনের পর্ব শুরু হবে” | また、バーレーン出身の ZuzuBH は ツイッター [Ar] で、バーレーンの犠牲者の親族に思いをはせた。 「今年のラマダンはどんな気分だろう。 |
46 | বাহরাইনের জুজুবিএইচ টুইট [ আরবি] করেন, বাহরাইনের শহীদদের আত্মীয়- স্বজনদের বিষয় নিয়ে ভাবছি, ‘এ বছর রমজানে তাঁদের ছাড়া তাঁদের পরিবারের সদস্যদের অনুভুতি কেমন হবে?' | 家族はすでに、ここにはいないのに」 最後の話になるが、今年のラマダンは、ロンドンの夏季オリンピックと時期が重なる。 |
47 | পরিশেষে এ বছরের রমজান লন্ডনের গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের সাথে ঘটনাক্রমে মিলে গেছে, তাই ব্লগার টার্কিশ মমি এ দুই ঘটনার মধ্যে সাদৃশ্য বিষয়ে একটি পোস্ট লিখেন। | ブロガーの Turkish Mommy は、 続く2つのイベントを例え合う 投稿を行った。 彼女の作った Ramadan2012 のビラは、こうだ。 |
48 | তাঁর ২০১২ সালের রমজান ফ্লাইয়ারে লেখা হয়েছে: | 世界を1つにする、夏のイベント。 |
49 | গ্রীস্মের অনুষ্ঠানগুলো বিশ্বকে এক করবেঃ একদলে যারা রোজা রাখবেন তাঁদের জন্য দ্রুত পুরস্কারের ব্যবস্থা হিসেবে কোন পদক নেই; ২+ অংশগ্রহনকারী | 1つのチームとなって断食を行う人々に、断食1位のメダルはなし。 参加者、20億人以上 |