# | ben | jpn |
---|
1 | ইরানী-আমেরিকান নাগরিকরা জীবন বাঁচানো এক বীরের অনুসন্ধান করছে | 命を救うヒーローを求めて-イラン系アメリカ人による骨髄プロジェクト |
2 | প্রজেক্ট ম্যারোর ওয়েব সাইট থেকে ছবিটি নেওয়া হয়েছে | [記事の原文は2012年12月24日に書かれたものです。 またリンク先はすべて英語のサイトです] |
3 | ইরানের নেট নাগরিকরা এক বীরের অপেক্ষায়, কোন বিপ্লব বা যুদ্ধের জন্য নয়, এক জীবন বাঁচানোর জন্য। | 「骨髄プロジェクト」公式サイトからのスクリーンショット イラン系のネット市民たちはヒーローを求めている。 |
4 | উত্তর ক্যালিফোর্নিয়ার ইরানী বংশোদ্ভুত তরুণী নাসিমের শরীরে বোন ম্যারো প্রতিস্থাপন প্রয়োজন। | 革命や戦争のためではない。 ある人の命を救うためだ。 |
5 | ইরানের বেশ কয়েকজন সেলিব্রেটি তাকে রক্ষার সংবাদ চারিদিকে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। | その人の名はナシム。 彼女は北カリフォルニア出身でイラン系の若い女性であり、骨髄移植を必要としている。 |
6 | নাসিমকে বোন ম্যারো (অস্থি মজ্জা) দান করতে পারে সোশ্যাল মিডিয়ায় তারা এমন এক বীরের অনুসন্ধান করছে। | 数人のイラン系著名人が彼女を救うために、このことを広めようと立ち上がった。 |
7 | এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য ২০০৩ সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়:যার নাম প্রজেক্ট ম্যারো। | 彼らはソーシャルメディアを使って、骨髄を提供してくれるヒーローを見つけようとしたのだ。 |
8 | এর ফেসবুকের পাতায় , প্রদান করা সংবাদ অনুসারে জানা যাচ্ছে, বেহনুশ বাবাজানি নামক এক ইরানী-আমেরিকান এই প্রজেক্ট ম্যারোর প্রতিষ্ঠাতা, ২০০৩ সালে এই ভদ্রমহিলার এই দূর্লভ রক্ত সংক্রান্ত রোগ ধরা পড়ে। | このような課題を解決するためのプロジェクトが、2003年に生まれていた。 それが「骨髄プロジェクト」である。 |
9 | ভাইয়ের প্রদান করা ম্যারো দিয়ে তার চিকিৎসা করার পর,এই বিশেষ অভিজ্ঞতা তার ভেতরে এক অন্তর্দৃষ্টি তৈরি করে, সেই সমস্ত রোগীদের প্রতি যাদের জীবন একই ধরনের বোন ম্যারো সম্পন্ন ব্যক্তির উক্ত উপাদান প্রতিস্থাপনের মধ্যে দিয়ে টিকে থাকে- যা সাধারণত একই জাতিগোষ্ঠীরা ব্যক্তির মাঝে পাওয়া যায়। | そのフェイスブックページによると、骨髄プロジェクトは、自身も希少な血液の病と診断されたことのあるBehnoush Babzaniというイラン系アメリカ人の女性によって、2003年に設立された。 彼女は兄弟からの骨髄提供による治療を受けた。 |
10 | বেহনুশ-এর উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচি স্বদেশী ইরানী-আমেরিকানদের কাছে এই বিষয়ে সাহায্যের আবেদন পৌঁছে দিচ্ছে, আর দৃশ্যত যার কারণে তারা ম্যারো ক্যান্সার-এর মত রোগে আক্রান্ত অন্য রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে আসছে। | その後、この特別な経験により彼女はユニークな洞察を得た。 患者の治療は型が一致する人からの骨髄移植にかかっているが、その型は通常、似た民族的背景を持つ人同士の間で適合するのだ。 |
11 | ২১ বছর বয়স্ক নাসিম তেমনি-এক ক্যান্সারে আক্রান্ত রোগী। | Behnoushによって始められたこのキャンペーンは、イラン系アメリカ人の同胞たちに協力を求めることによって、今では骨髄のがんなどの病に苦しめられている患者を救えるようになった。 |
12 | তার কাহিনী এমন এক স্তরে নাড়া দিয়েছে যে ইরানী সম্প্রদায়ের সদস্য এবং সেলিব্রেটিদের মত অনেকে তার জীবন রক্ষার, তার সাহায্যার্থে এগিয়ে এসেছে। | 21歳のナシムもその患者のうちの一人だ。 彼女の話は人々を動かし、彼女を救う助けになろうとコミュニティの人々や著名人までもが立ち上がった。 |
13 | তারা ইউটিউবে ভিডিও বার্তা পোস্ট করেছে, বোন ম্যারো দান করছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে। | 彼らはビデオメッセージをYouTubeに投稿したり、骨髄サンプルを提供したりした。 またソーシャルメディアを使って関心を高めようともした。 |
14 | ফেসবুকের এই পাতা এর অন্যতম এক উদাহরণ। | このフェイスブックページが1つの例だ。 |
15 | তাদের এই ভিডিও বার্তায়, বিখ্যাত ইরানী-আমেরিকান যেমন মাজ জোবরানি এবং ক্রীড়াবিদ এহসান হাদাদি, ক্লিপে ঘুরে ফিরে “আমি নাসিম” নামক মোটো বারবার উচ্চারণের মাধ্যমে স্বদেশী ইরানিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। | ビデオメッセージには、俳優のマズ・ジョブラニやアスリートのエフサン・ハダディのような、著名なイラン系アメリカ人が参加している。 彼らはそのビデオクリップで「I am Nasim(私はナシムだ)」というスローガンを何度も繰り返し、イラン系の同胞たちに協力を呼びかけた。 |
16 | এই কটি লাইনের মাধ্যমে এই ভিডিওর পরিসমাপ্তি ঘটেছে: | そのビデオはこれらの言葉で締めくくられる。 |
17 | যদি আপনি যথেষ্ট সৌভাগ্যবান বলে বিবেচিত হন, যে আপনি তাকে সাহায্য করতে এবং এই মেয়ের জীবন বাঁচাতে সক্ষম… তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং এটা এক দ্রুত প্রক্রিয়া…এটা এমন কিছু নয়… তারা আপনার ভেতরে থেকে কিছু বের করবে না… এখানে এমন কিছু নেই…এটা খুব সহজ! | もしもあなたが、幸運にも型が合い、この少女を救うことができるのならば…彼らがあなたに連絡をとるでしょう。 そしてそれは、ほんの短時間のプロセスで…それは…体を切り開かれるわけではなく…そんなのではなく…とても簡単なんです! |
18 | আমরা টাকা চাইছি না, আমরা আপনাকে এই নিবন্ধনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। | 私たちはお金を求めているのではなく、登録に参加することをあなたに考えてほしいのです。 |
19 | আমার দেহে থেকে কিছু আমি দান করতে সক্ষম… যা কিনা আরেকজনকে সাহায্য করবে, হবে তার জন্য সবচেয়ে সেরা উপহার | 私の体から何かを提供できる… それが誰かの助けになるのなら、それは最高の贈り物になるでしょう。 さあ、力を合わせよう! |
20 | তাহলে আসুন আমরা একসাথে মিলে! | ナシムを救おう! |
21 | নাসিমকে রক্ষা করি। | ナシムを救おう! |
22 | নাসিমকে রক্ষা করি, এখনই! | ナシムを救おう、今すぐに! |
23 | | 校正:Takuya Oshige |