# | ben | jpn |
---|
1 | এই মেক্সিকীয় লেখিকা বলেন যে ভাষা কোন সীমাবদ্ধতা নয়, বরং একটি দোভাষী কথোপকথন শুরু করার হাতিয়ার | 「言語の枷に捕らわれず、両言語を駆使した会話を始めよう」メキシコ人作家へのインタビュー |
2 | মেক্সিকীয় লেখিকা ক্রিস্টিনা রিভেরা গার্তসা লস এ্যাঞ্জেলেস-এ ২০১৫ লেয়াএলএ নামের স্প্যানীয় ভাষার বইমেলার একটি প্যানেলে বক্তৃতা দিচ্ছেন। | メキシコ人作家クリスティーナ・リベラ・ガーザは、ロサンゼルスで開催された LéaLAスペイン語ブックフェアにて講演を行った。 |
3 | ছবি বেত্তো আরকোস-এর সৌজন্যে। | 写真:ベット・アルコス。 |
4 | পিআরআই-এর অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হয়েছে। | PRIの許可を得て掲載。 |
5 | সম্পাদক উইলিয়াম ট্রুপ এবং প্রযোজক বেতো আরকোস কর্তৃক দ্যা ওয়ার্ল্ড -এর জন্য করা এই প্রবন্ধ ও বেতার প্রতিবেদনটি ১৯শে মে ২০১৫ সালে প্রথম পিআরআই. | 本記事及びラジオリポートは、ウィリアム・トゥループの編集、ベット・アルコスの制作によりThe World向けに制作された。 |
6 | অর্গ প্রকাশিত হয়, এবং সংবাদ-বিনিময় চুক্তির আওতায় এটিকে এখানে পুনপ্রকাশ করা হয়েছে। | 2015年5月19日に PRI.org サイトに初掲載されたものを、内容共有の合意に基づき転載している。 |
7 | ক্রিস্টিনা রিভেরা গার্তসা একজন মেক্সিকীয় লেখিকা ও অধ্যাপিকা যিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমানার উভয় পাশেই তার কর্মজীবন বিকশিত করেছেন। | クリスティーナ・リベラ・ガーザはメキシコ人の作家兼大学教授で、アメリカ、メキシコ両国でキャリアを形成してきた。 彼女は、スペイン語で書いた小説によりメキシコで文学賞を受賞し、メキシコと米国両方でライティングを教えた経験を持つ。 |
8 | স্প্যানীয় ভাষায় তার উপন্যাস মেক্সিকোতে সাহিত্য পুরস্কার লাভ করেছে, এবং কিভাবে লিখতে হবে সেবিষয়ে তিনি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র উভয় দেশেই শিক্ষা দেন। | Listen to this story on PRI.org » |
9 | সুতরাং, স্প্যানীয় ও ইংরেজী উভয় ভাষাতে লিখতে কেমন লাগে সে সম্পর্কে তিনি জানেন। | そのため、スペイン語と英語両方で仕事をする事、ものを書く事について熟知している。 |
10 | প্রযোজক বেতো আরকোস লস এ্যাঞ্জেলেস-এ স্প্যানীয় ভাষার বই মেলা লেয়াএলএ-তে তার সাথে দেখা করেন, এবং দুই ভাষাতেই প্রকাশিত লেখিকা হিসেবে তার কেমন লাগে, এবং সীমানার উভয় পাশেই বাস করতে গিয়ে কিভাবে তার কাজের ক্ষতি হয়েছে তা জিজ্ঞাসা করেন। | プロデューサーのベット・アルコスは、ロサンゼルスで行われたスペイン語ブックフェアLéaLAで彼女を捕まえ、2言語で本を出版した作家であることをどう思っているか、また2国間の国境沿いに住むことが仕事にどのような影響を及ぼしたかについて質問した。 |
11 | এখানে তাদের আলোচনার একটি সম্পাদিত প্রতিলিপি দেয়া হলো। | 以下は会話の記録を編集したものである。 |
12 | ক্রিস্টিনা রিভেরা গার্তসা: আমি যুক্তরাষ্ট্রে ২৫, ২৬ বছর ধরে বাস করা একজন মেক্সিকীয় লেখিকা। | クリスティーナ・リベラ・ガーザ(以後、CRG):私はここ25~26年間をアメリカで暮らすメキシコ人作家です。 |
13 | আমি মেক্সিকোর উত্তরাঞ্চলের মেয়ে। | メキシコ北部出身で、タマウリパス州マタモーロスに生まれました。 |
14 | তামোলিপাস-এর মাতামোরস-এ আমার জন্ম। | 米テキサス州ブラウンズビルと国境をはさんで向かい側の町です。 |
15 | এই শহরটি টেক্সাসের ব্রাউন্সভিলের সীমানার ওপারে অবস্থিত। | そしてもう何年もカリフォルニア州サンディエゴに住んでいますが、こちらも限りなく国境に近い場所です。 |
16 | এবং আমি ক্যালিফর্নিয়ার স্যান ডিয়েগোতে বাস করছি এবং বেশ কয়েক বছর ধরে সীমানার অন্যা প্রান্তেও বাস করেছি। | ご存知の通り、私は創作作品のほとんどをスペイン語で出版しています。 |
17 | আপনি জানেন যে আমার বেশীরভাগ সৃজনশীল কাজই আমি স্প্যানীয় ভাষায় প্রকাশ করছি। | 一方、学術的著作はほとんど英語で出版しています。 |
18 | আর আমার বেশীরভাগ অধ্যায়ন বিষয়ক কাজ আমি ইংরেজীতে প্রকাশ করেছি। | しばらくはこの使い分けがうまく出来ていました。 |
19 | এবং এধরনের বিভাজন কিছু সময়ের জন্য ভালই কাজ করেছে। | しかし、7年前からカリフォルニア大学サンディエゴ校の芸術系修士課程で創作的作文法について教えるようになり、その講義のほとんどは英語で行うことになったのです。 |
20 | কিন্তু বিগত ৭ বছরে আমি ক্যালিফর্নিয়া-স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখা বিষয়ের উপর এমএফএ কার্যক্রমে শিক্ষা দিচ্ছি এবং আমি বেশীরভাগ ক্ষেত্রেই ইংরাজীতে শিক্ষা দিচ্ছি। | いや、ほとんど、ではないですね。 |
21 | না, বেশীরভাগ না, শুধুমাত্র। | 完全に英語のみです。 |
22 | এবং তাই ঐ পার্থক্য যে আমি নিজেকে স্প্যানীয় ভাষায় রচনাকারী একজন মেক্সিকীয় লেখিকা হিসেবে এবং ইংরেজীতে রচনাকারী একজন মহাদেশীয় শিক্ষাবিদ হিসেবে দেখি - তার পুরোটাই আমার এই অভিজ্ঞতার ফলে পাল্টে গেছে। | 私は自分のことを、スペイン語でものを書くメキシコ人作家で、英語で執筆する北米の大学教員だと思っていました。 しかし、この経験のおかげでそのような自分の中の区別が幾分覆されました。 |
23 | অবশ্যই, আমি এখানে এতো বেশী সময় ধরে থেকেছি যে আমি ইংরাজীতেও লিখেছি, যেগুলো আমি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি। | 長年ここに住んでいるので、もちろん英語でも執筆したものもありますが、いずれも出版はしないと決めていました。 |
24 | কিন্তু সেগুলো হয়তো অদূর ভবিষ্যতে পরিবর্তিত হবে। | しかし、近い将来その考えが変わるかもしれません。 |
25 | বেতো আরকোস: পাল্টে গেছে বলে আপনি কী বুঝাতে চাচ্ছেন? | ベット・アルコス(以後、BA):覆された、とはどういうことでしょう。 |
26 | ওটা কোন ধরনের অভিজ্ঞতা? | 具体的にどのような経験をされたのですか。 |
27 | সিআরজি: দেখুন, মেক্সিকীয় সাহিত্য, মেক্সিকীয় লেখক, এবং মেক্সিকীয় পাঠকদের সাথে আমার সংলাপ বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তা বজায়ও রাখতে চাই। | CRG:そうですね、私はこれまでメキシコ文学、そしてメキシコ人の作家やメキシコ人の読者との対話に深く関わってきました。 |
28 | কিন্তু এতো দীর্ঘ সময় এখানে বাস করার পর আমাকে খেয়াল রাখতে হবে যে সীমানার এপাড়ে আমাদের শুধুমাত্র মেক্সিকীয় পাঠকই নেই বরং অনেক মেক্সিকীয় আছে যারা ইংরাজী ও স্প্যানীয় উভয় ভাষাতেই পাঠ করে আসছে। | これからも対話を続けたいと思っています。 しかし、ここに長年住んでいると、国境のこちら側にもメキシコ人読者がいるというだけでなく、メキシコ人が英語とスペイン語の両方で読書をしていることも意識せざるをえなくなりました。 |
29 | তাই আমি কোথায় অবস্থান করছি এবং কোন ধরনের সমালোচনামূলক কথোপকথনে আমি জড়িত হতে চাই সে বিষয়গুলো আমার জন্য শুধুমাত্র একটি সাধারণ সচেতনতা হয়ে দাঁড়িয়েছে। | つまり、私にとって、自分のいる場所はどこか、参加したい議論の種類は何かという、単なる意識の問題にすぎなくなりました。 |
30 | এর উপর ভিত্তি করেই আমার নিজের চিন্তা করার ধারাকে পাল্টাতে হয়েছে। | このことに気付いてから、私はこれまでの考え方を改めざるをえなくなったのです。 |
31 | বুঝলেন, একজন মেক্সিকীয় লেখিকা যিনি স্প্যানীয় ভাষায় প্রকাশ করেন, এবং একজন শিক্ষাবিদ যিনি স্প্যানীয় ও ইংরেজী উভয় ভাষাতেই প্রকাশ করতে পারে এর মধ্যে যে পার্থক্য - তা একটি অর্থ বহন করে, এবং এটি করাও সহজ। | おわかりの通り、スペイン語で出版をしているメキシコ人作家、英語・スペイン語の両方で出版が出来る研究者、と割り切ってしまう事は理にかなっていますし、ある意味簡単です。 |
32 | কিন্তু একই সময়ে, এটি আমাদের সমসাময়িক বিশ্বের জটিলতা তথা আমি যেখানে বর্তমানে অবস্থান করছি সেখানকার ভৌগ-রাজনৈতিক অবস্থা সামলানোর জন্য যথেষ্ট নয়। | しかしそうは言っても、この現代社会の複雑さや、今私がいる場所の地政学にはうまく当てはまりません。 |
33 | তাই এটিকে পরিবর্তীত হতে হবে, এবং সত্যিকার অর্থে এটি পরিবর্তীত হয়েছে। | だから、変わるべくして、実際に変わってきたのです。 |
34 | বিএ: তবে এটি বলা কি যুক্তিসংগত হবে যে আপনার একটি চিন্তার টুপি আছে যেটি আপনি ইংরেজীতে লেখার সময় পরিধান করেন এবং যখন স্প্যানীয় ভাষায় লেখেন তখন আর একটি চিন্তার টুপি পরিধান করেন? | BA:英語で書くとき、スペイン語で書くときそれぞれで異なる知性の鎧のようなものを身につけていると言うことでしょうか。 |
35 | এ দু'টির মধ্যে পার্থক্য কী? | 2つの言語の違いとはなんでしょう。 |
36 | সিআরজি: এটি খুবই একটি চমৎকার প্রশ্ন, এবং এর উত্তর দেয়া বেশ কঠিন। | CRG:とても興味深く、そして答えにくい質問ですね。 |
37 | অল্প কিছুদিন আগে পর্যন্তও যখন আমাকে কোন কিছু সম্পর্কে সচেতন হবার জন্য বাধ্য করা হতো তখন একটি পার্থক্য আছে বলে আমি মনে করেছি। | つい最近まで、2つの言語には違いがあると思っていました。 でも、あるとき気付かされたんです。 |
38 | তার মানে হলো আমি স্প্যানীয় ভাষায় বিভিন্ন লেখা লিখে এসেছি যেগুলো সর্তকতার সাথে পড়ার জন্য যখন আমি সময় পাই, এবং যখন কিছু অনুবাদক ওগুলোকে অনুবাদ করার চেষ্টা করছে, তখন আমি অনুধাবন করেছি যে আমি প্রায়শই এই লেখাগুলোকে ইংরেজী ও স্প্যানীয় উভয় ভাষাতেই লিখছি, মূল লেখা হিসেবে। | それは、自分がスペイン語で書いていた題材であっても、一度細心の注意を払って読み返してみたり、あるいは人に英訳してもらおうとするうち、気づいたらその題材を英語と元言語のスペイン語と両方で書いてしまっていること。 そんなことがしょっちゅうなのです。 |
39 | এবং এটাই কোন না কোন ভাবে লেখাগুলোর মুলে প্রবেশ করে। | そしてこの習慣は、どうやら執筆活動のDNAに組み込まれてしまったのです。 |
40 | সুতরাং এই ভাষাগুলোর এক একটির জন্য কোন বিশেষ দিক বা বিশেষ বিভক্তি নেই। | だから、2つの言語において、どちらが特別ということはないですし、垣根もありません。 |
41 | এগুলো তরঙ্গের আকারে আসে, এগুলো সম্পুর্ণরূপে একটি অন্যটির সাথে জড়িয়ে আছে। | 2言語は波となり完全に織り成し合っています。 |
42 | এবং আমি নিজে নিজে কোন ধরনের লেখার উপর নিবিড়ভাবে কাজ করতে চাচ্ছি তার থেকেও বড় ব্যাপার হলো আমি কার সাথে এই কথোপকথোনটি করতে চাই সেটি। | 問題は、どんな内容の文章に取り組んでいるかよりも、誰と会話をしたいと思っているかということなのです。 |
43 | সুতরাং, আমি দু'ভাষাতে বেশ কয়েক বছর ধরে লিখছি। | そのため、この何年かは2か国語で文章を書いています。 |
44 | কিন্তু আমি স্প্যানীয় ভাষার লেখাগুলোকে প্রকাশ করছি কারণ সেগুলোই হলো সেই কথোপকথন যেগুলো আমি প্রতিপালন করছি। | でも出版はスペイン語で続けてきました。 私の育んできた会話がスペイン語だからです。 |
45 | এবং [এখন] সীমানার এপাড়ে স্প্যানীয় ও ইংরেজী উভয় ভাষাতেই লেখা পাঠ করে এমন পাঠকদের সাথে একই ধরনের কথোপকথন প্রতিপালন করার মাধ্যমে আমার নিজের বলয়ে যে অসাধারণ প্রাচুর্য আসছে তা আমি দেখতে পাচ্ছি। | そして今、国境のこちら側の読者の方々とも同種の会話を育むことで、私の世界が大変豊かになっているのを感じます。 彼らはスペイン語と英語の両方で読書しているのかもしれません。 |
46 | এবং আমি উভয় ভাষাতেই শ্রেষ্ঠত্যের কথা বলছি না। | それは別に2つの言語をマスターした、ということではないのです。 |
47 | আমি বলছি যে ইংরেজী থেকে কিছু বিষয়, এবং স্প্যানীয় থেকে কিছু বিষয় গ্রহণ করে বা ধার নিয়ে সেগুলোকে এমন উপায়ে মিশ্রিত করা যেগুলো এমনকি আমার কাছেও সেই উপায় নয় যা আমি অবধারিতভাবে আশা করছি। | 私が言っているのは、英語、スペイン語を話したり、それぞれの一部を借用したり、それらを私自身ですら意図していなかった方法で組み合わせたりすることです。 |
48 | এবং এখন আমি এই দেশে যাদের সাথে বাস করি সেই নারী ও পুরুষদের সাথে একটি কথোপকথন প্রতিপালন করতে ও তাতে সক্রিয়ভাবে জড়িত হতে অপেক্ষা করছি। | そして今まさに私が注目しているのが、私の今暮らしているこの米国での、男性や女性との会話です。 ここで会話を育み始め、積極的に議論を交わすことです。 |
49 | আমি এখানে এতো বেশী সময় ধরে আছি, এবং আমার কাছে মনে হয় আমি অপেক্ষা করে আছি। | これほど長年ここにいて、ずっと待ち続けていたような気がします。 |
50 | আমি বেশ ধীরে প্রতিক্রিয়া দেখিয়েছি এবং এখনই আমার সময়। | ずっとのんびりしていましたが、今がその時なのです。 |
51 | বিএ: আপনি খুবই চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। | BA: とても興味深い視点です。 |
52 | কারণ আমি যখন লিখি আমি যখন কিছু বলতে চেষ্টা করি তখন তা ইংরেজীতে বলার অনেক উপায়ই আছে। | というのも、(訳注:インタビュアーのBAはメキシコ出身)私がものを書くとき、何かを話そうとするときは、さまざまな英語の言い方が思い浮かびます。 |
53 | এবং তারপর আমি সেটিকে স্প্যানীয় ভাষায় অভিযোজিত করতে চেষ্টা করি, এবং তাতে কখনো কখনো কোন কাজ হয় না। | それから、それをスペイン語に置き換えようとするのですが、時々うまくいかないことがあります。 |
54 | এবিষয়ে আপনার অভিজ্ঞতা কী? | そのような経験はありますか? |
55 | সিআরজি: হ্যাঁ কিন্তু ব্যাপারটি হলো যে আপনি এটিকে জোর করতে চাইছেন - হু, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। | CRG:ええ、でもそれは、もし無理に別言語で話そうとしたら起こることで--そうですね、そのようなことは私にも起こります。 |
56 | আমি যদি অনুসরণ না করি তবে শুধুমাত্র ভাষা নয় কিন্তু বিন্যাস, কাঠামো, বাক্য-গঠন যার মধ্যে দিয়ে ঐ ভাবনাটি বা ঐ নির্দিষ্ট বাক্য বিন্যাসটি আমার মধ্যে এসেছে, সেগুলো নিয়ে আমি প্রচুর সমস্যায় পড়ে যাই। | 何か考えや具体的な文章を思いついても、もし思いついた通りの言語を使わなかったら、言語だけでなく書式や文法構造、構文をその通りにしなかったら、とんでもない目に遭います。 |
57 | এবং মাঝে মাঝে এটি এতো বিশাল হয় যে আমি অচল হয় যাই! | あまりに失敗がひどくて固まることもありますよ! |
58 | এবং আমি যখন এটাকে আপন পথে চলতে দেই, এবং আমার নিজের উপলব্ধিতে যেটিকে বেশী আস্থাযোগ্য বলে মনে হয় সেই উপায়ে লিখতে শুরু করি, এবং ঠিক সেই সময়ে আমার দেহ আমার চারপাশের পৃথিবীর প্রতি যেভাবে প্রতিক্রিয়া করে তখন এটি আরও সহজতর হয় এবং আরও বেশী মৌলিক হয়। | ただありのままにするほうが簡単だし、ずっと有機的な表現になります。 ありのままに、自分の感覚にもっと忠実だと思えるやり方で、私は書き始めます。 |
59 | সুতরাং আমি মনে করি যে এটাই সেই পরিবর্তন যার কথা আমি বলছি। | その時私を取り巻いている世界に、身体で反応するようなやり方です。 |
60 | ভাষাকে নিয়ন্ত্রিত হিসেবে না দেখে, আমার আচরণ নিয়ন্ত্রণ করবে এমন নিয়মানুবর্তিতামূলক উপায় হিসেবে না দেখে, আমি এর মধ্য থেকে আরও দরকারী বিষয়গুলো বেছে নিচ্ছি যেগুলো, আমি প্রকাশ করতে চাই এমন বিষয়গুলোর প্রতি ও আমি বিনিময় করতে চাই এমন উপকরণগুলোর প্রতি আরও বেশী বস্তুনিষ্ঠ হবে। | つまり、結局私が話していることは変換なんだと思います。 厳格な人がやるように、こうしなければいけない…と言語をがんじがらめに捉えるのではなく、自分が伝えたいと思っている物事、共有したいと思っている題材の性質によって、より有効だ、信頼できる、と思える方法を取っています。 |
61 | এবং তাই আমি এটি করে যাচ্ছি, এবং আমি বলতে চাই যে এটি হয়তো নির্ভুল স্প্যানীয় বা নির্ভুল ইংরেজীতে নাও হতে পারে। | そして、そのようにしているとつまり、完璧なスペイン語、あるいは完璧な英語にはならないこともあるのです。 |
62 | কিন্তু আমরা যখন লিখি তখন আমরা শ্রেষ্ঠতা বা অাধিপত্য বা ক্ষমতা সম্পর্কিত বিষয় নিয়ে চিন্তিত হই না। | 私たちがものを書くとき、言語の熟練度なんかにこれっぽっちも関心はありません。 |
63 | যখন আমরা লিখি তখন আমরা অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করার একটি গভীরতম উপায়, গভীরতম যোগাযোগ বোধের বিষয়ে কথা বলি। | 私たちが書くときに話題にするのは、他人とのより深いコミュニケーション、より深く相手と分かりあう方法なのです。 |
64 | সুতরাং, এটাই আমার বর্তমান ভাবার বিষয়। | その可能性の追求こそ、今私が一番関心をもっていることです。 |
65 | ঐ ধরনের সম্ভাবনা। | 校正:Yuko Aoyagi |