# | ben | jpn |
---|
1 | জাপানে অবিশ্বাস্য এক টিভি বিজ্ঞাপন দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে | 思わず見入る日本のすごいCM! YouTubeのトヨタ公式チャンネルtoyotajpchannel からのスクリーンショット |
2 | ইউটিউবের টয়োটাজাপচ্যানেলের স্ক্রিনশট | 自動車市場の革新的なCMが日本のソーシャルメディアで注目を集めている。 |
3 | জাপানে গাড়ির যন্ত্রাংশ বিক্রির এক অভিনব বিজ্ঞাপন দেশটির স্যোশাল মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে। | G Sportsはトヨタ自動車が自ら手掛け展開するシリーズでG's Baseball Partyという革新的なCMを配信している。 |
4 | জি স্পোর্টস, যার মালিক এবং পরিচালনায় রয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা, সেই জি স্পোর্টস এক অভিনব বিজ্ঞাপন তৈরি করেছে যাকে জি-এর বেসবল বেসবল পার্টি বলে অভিহিত করা হচ্ছে। | CMの世界では突然、街行く人たちが寄せ集めの野球試合に加わっていく。 参加者たちは見事なキャッチを繰り広げるが、そもそもこのCMで売り出すはずのG SportsはCMの最後まで登場しないのだ。 |
5 | এই ভিডিওর বিষয় হচ্ছে একদল পথচারী, তারা হঠাৎ এক খেলায় যোগ দেয়, হাতে বেসবল তুলে নেয়। | このCMは2015年3月に配信され、これまでにYouTubeでは800万人もの人が視聴している。 |
6 | অংশগ্রহণকারীরা অসাধারণ সব ক্যাচ ধরে, এবং গাড়িকে আরো উন্নত করছে। | ソーシャルメディアの一部では、全くCMらしくないところが魅力だ、といった声も上がっている。 |
7 | এই বিজ্ঞাপনের প্রথম উদ্দেশ্য পণ্য বিক্রির করা-যদিও সেটি ভিডিওর সব শেষ দৃশ্যের পূর্ব পর্যন্ত স্পষ্ট হয় না। মার্চে এই ভিডিও প্রকাশিত হয় এবং ইতোমধ্যে অবিশ্বাস্য পরিমাণ ৮০ লক্ষ বার ইউটিউবে এটি দেখা হয়েছে। | TOYOTA G's Baseball Party https://t.co/YX4vNrLHtl CMのクオリティがすんげえ高い。 |
8 | স্যোশাল মিডিয়ার তথ্য অনুসারে এই বিজ্ঞাপনে যে আবেদন, তাতে এটাকে বিজ্ঞাপন হিসেবে তুলে ধরা হয়নি: | だが売ろうとしている「商品」がCMに追いついてない、気がするw pic.twitter.com/dVk1U7GqG5 |
9 | এই বিজ্ঞাপনের মান সত্যই ভাল! | - まさひろ⊿P10広島最終日へGO!! |
10 | যদিও আপনার এই অনুভূতি হতে পারে যে এই বিজ্ঞাপন তাদের বিক্রি করা পণ্যের চেয়ে ভাল হতে পারত। দারুণ! | (@masahiro2010) August 7, 2015 |
11 | লেখকের ভাষ্যঃ মার্ক আলডেয়ার-এর চিন্তার ভিত্তিতে টুইটের সর্বশেষ অনুবাদ করা হয়েছে। | 校正:Rie Tamaki |