# | ben | jpn |
---|
1 | দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলা নিয়ে বিশ্বকাপ বিতর্ক | 南アフリカ:W杯でブブゼラが話題に |
2 | সম্ভবত ২০১০ সালের বিশ্ব কাপের এই পর্যন্ত সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে স্টেডিয়ামে ৩২টি প্রতিযোগী দেশের ভক্তদের পড়া রঙ্গীন পোশাক। | 2010年ワールドカップを象徴付ける光景といえば、おそらく真新しいスタジアムや32の参加国のファンが着ているカラフルなコスチュームだろう。 そして今大会を象徴する音といえば間違いなく、試合会場の観客もテレビを観ている人も聞こえるブブゼラの音だ。 |
3 | কোন সন্দেহ ছাড়া, খেলার মূল উল্লেখযোগ্য শব্দ হচ্ছে ভুভুজেলার লাগাতার আওয়াজ, যা খেলা দেখতে আসা দর্শক বা যারা টেলিভিশন দেখছেন তারা ক্রমাগত শুনতে পাচ্ছেন। | 地元南アフリカのサッカーファンにとって、ブブゼラは試合観戦では当たり前のことで、なぜそんなに大騒ぎになるのか分からない。 |
4 | এই বিশেষ শব্দ বিতর্কের সৃষ্টি করেছে যে ভুভুজেলা বিশ্বকাপের অভিজ্ঞতাতে কিছু যোগ করছে নাকি কেড়ে নিচ্ছে। | しかし、海外からの観客や視聴者にとっては、このプラスティックの楽器は物珍しいのだ。 |
5 | স্থানীয় দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রেমিকদের জন্য খেলা দেখার সময় স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ভুভুজেলা বাজানো, আর তারা ভাবেন যে এত চিন্তার কি আছে। | サッカー・シティ・スタジアムのブブゼラ 写真:alvez クリエイティブ・コモンズのライセンスにもとづき使用. |
6 | তবে, আন্তর্জাতিক দর্শকদের জন্য এই প্লাস্টিকের বাদ্যযন্ত্রের শব্দ বিশেষ একটি কিছু। | この 議論は、おそらく世界中の多くのサッカーファンが初めてその音が聞いたであろう、南アフリカで開催された2009年のコンフェデレーションズカップに端を発する。 |
7 | ফুটবলের শহরে ভুভুজেলার ছবি। | 一部には試合の楽しみを台無しにすると言ってスタジアム内でのブブゼラの禁止を求める声もあった。 |
8 | তুলেছেন আলভেজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | しかし、FIFAセップ・ブラッター会長は、2010年ワールドカップでのブブゼラの使用を全面的に認めた。 |
9 | এই বিতর্ক ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সময় থেকে শুরু হয়, যেটা বিশ্বের অনেক ফুটবল প্রেমিকের কাছে এই শব্দের সাথে প্রথম পরিচয়। | ブラッター氏は、「”アフリカでのワールドカップをヨーロッパ化するのはやめよう」と話した。 |
10 | কেউ কেউ স্টেডিয়াম থেকে ভুভুজেলাকে নিষিদ্ধ করার আহ্বান জানান যাদের মতে এর ফলে খেলার মজা নষ্ট হয়। | そして大会開始から数日たった今、インターネット上では、不満がある人びとや擁護する人びと、さらにはブブゼラに文句を言う人びとを非難する人びとの間でも、この楽器は話題になっている。 |
11 | ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, অবশ্য ২০১০ সালের বিশ্ব কাপে ভুভুজেলার পূর্ণ ব্যবহারের সমর্থন দেন। | テレビでの苦情を受けてFIFAがブブゼラの制限を見当するかもしれないという報道が一部にあるが、多くの人びとはこのまま続くだろうと考えている。 |
12 | তিনি বলেছেন, ”আফ্রিকার বিশ্ব কাপকে আমাদের ইউরোপের মতো করা উচিত না।“ | シリア人のツイッターユーザーAnas Qtieshは、ブブゼラの音を虫の群れの音と比べて、「スタジアムを煙でいぶさなくちゃ。 |
13 | এখন খেলা শুরু হবার মাত্র কয়েক দিনের মধ্যেই, যারা এই ব্যাপারে অভিযোগ করেন তারা ইন্টারনেটে এ নিয়ে ব্যপক আলোচনা করছেন। | この蜂は手におえない状況になってきている」と書いている。 |
14 | এমন কি যারা এটি সমর্থন করেন তারাও যোগ দিয়েছেন আলোচনায় আর ভুভুজেলার বিপক্ষের লোকদেরকে যারা সমালোচনা করছেন তারাও বসে থাকেন নি। | @stopvuvuzela、@vuvuneela、そして@vuvuneeなど、ブブゼラへの苦情を助長するツイッターアカウントもいくつか出てきている。 |
15 | যদিও এমন শোনা যাচ্ছে যে যারা টেলিভিশন দেখছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করতে পারে, অনেকে মনে করছেন এটা চলতেই থাকবে। | 他にも、南アフリカのサッカーの伝統を擁護する人もいた。 |
16 | সিরিয়ার টুইটার ব্যবহারকারী আনাস কিতিয়েশ একঝাঁক পোকার সাথে এই শব্দের তুলনা করেছেন আর লিখেছেন, ”আমাদের দরকার স্টেডিয়ামে কীটনাশক দেয়া, মৌমাছির ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।“ | Michelle Sibanda (@pinkminx36)はこう書いている: |
17 | বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট বের হচ্ছে ভুভুজেলা সম্পর্কে আরো বেশি অভিযোগকে স্বাগত জানানোর জন্যে - যেমন @স্টপভুভুজেলা, @ভুভুনিলা আর @ভুভুনি। | ブブゼラはこの国の伝統の一部。 |
18 | অন্যরা দক্ষিণ আফ্রিকার ফুটবলের ঐতিহ্যকে দ্রুত সমর্থন করেছেন। | だから、私たちは吹くのを止めない。 |
19 | মিশেল সিবান্দা (@পিঙ্কমিঙ্কস৩৬) লিখেছেন: | 牛が戻ってくるまで文句言ってなさいよ。 |
20 | ভুভুজেলা আমাদের দেশের ঐতিহ্যের অংশ…তাই না, আমরা এটা বাজানো বন্ধ করবো না আর গরু বাড়ি না ফেরা (সূর্যাস্ত) পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারেন!!!” | 一部の人にとって、ブブゼラの音に対する批判はユーモラスに映っているようだ。 |
21 | কারো কারো জন্য ভুভুজেলার গুনগুন আওয়াজ মজার মনে হয়েছে, যারা তাদের অভিযোগকে হালকা ভাবে দিয়েছেন। ড্যানিয়েল রিডার্স (@ওয়ানকাইন্ড) জানিয়েছেন: | Daniel Reeders (@onekind)は、こう 書いている: |
22 | পশ্চিমা বিশ্ব আফ্রিকাকে আবিষ্কার করেছে, এটাকে জোরালো, নিয়ম ছাড়া আর অতিরঞ্জিত - এই হিসেবে - আর তাই টুইটারের আশ্রয় নিয়েছে অভিযোগ করার জন্য #ভুভুজেলা | 西欧諸国は、アフリカがうるさく耳障りで、 圧巻するようなところであることを発見し、引き下がっりツイッターでブブゼラの文句をつぶやくんだ。 |
23 | পরিশেষে, কারাবো হ্যারি (@কায়রাবিএইচ) সব আলোচনা বিবেচনা করে একটি পরামর্শ দিয়েছেন: | 最後にKarabo Harry (@kayrabH)は、客観的な見方で提案をしている: |
24 | #ভুভুজেলার শব্দ যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি #কানের প্লাগ ব্যবহার করবেন আর এর থেকেও বড় জিনিষ যেমন #অশিক্ষা আর #দারিদ্রতা নিয়ে অভিযোগ করুন। | ブブゼラの音がウザいなら、耳栓を買って、非識字とか貧困とかもっとおっきなことについて文句を言いなさい。 |