# | ben | jpn |
---|
1 | দক্ষিণ এশিয়া: বিশ্বের প্রতীকী ৭০০ কোটিতম শিশুর জন্ম উদযাপন | 南アジア:70億人目の子どもを祝福 |
2 | ৩১শে অক্টোবর পৃথিবী ঐশী নামক এক নবজাতকের কান্নাকে স্বাগত জানাল। | 2011年10月31日、この地球に Oishiという新生児 が誕生した。 |
3 | বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐশীর জন্ম এক বিশেষ বার্তা বয়ে এনেছে। | この女児がバングラデシュの首都ダッカで誕生したことには、特別な意味があった。 |
4 | সে হচ্ছে পৃথিবীর ৭০০ কোটিতম মানব। | 彼女は、世界で70億人目に生まれた子どもだったのだ。 |
5 | দি এডিটর. নেট নামক ওয়েব পত্রিকা জানাচ্ছে: | The Editor.net はこのニュースを、下記のように報道している。 |
6 | এ ধরণীতে ৭০০ কোটিতম শিশু এসেছে; তাও আবার রাজধানী ঢাকাতে। | 世界で70億人目に生まれたというこの子どもはここ、ダッカにいる。 |
7 | সৌভাগ্যবান ফুটফুটে শিশুটির জন্ম দিয়েছেন মহসীন হোসেন ও তন্বী হোসেন। একটি ছেলে সন্তানের আশায় তারা তৃতীয় এ কন্যা শিশুর জন্ম দেন। | この子どもを授かった幸せな夫婦、Mohsin HossainとTonni Hossainは、3人目の子どもには男児を望んでいたのだが、この3人目の子どもは、世界で70億人目に生まれた子ども(の象徴)となったのだ。 |
8 | আর এই তৃতীয় সন্তানটিই হচ্ছে পৃথিবীর সাতশ কোটিতম শিশু (প্রতিকী)। আজিমপুর মাতৃসদন ও শিশু সুরক্ষা কেন্দ্রে রাত ১২টা ১ মিনিটে পৃথিবীর বুকে আসে ফুটফুটে শিশুটি। | この可愛らしい女児は、未明の午前12時1分、Azimpur Maternity and Child Care Hospitalで生まれた。 |
9 | বিশ্বে কোন শিশুটি ৭০০ কোটিতম শিশু কোনটি হতে পারে এই বিষয়ে ধারনা করা কঠিন, তাই এটিকে একটি প্রতীকী নাম্বার হিসেবে বিবেচনা করা হচ্ছে। | どの子どもが世界で70億人目に生まれたかを正確に認定するのは難しく、世界中で象徴の祝祭がとり行われている。 |
10 | ঐশীকে চিহ্নিত করে জাতিসংঘের ইউএনএফপিএ নামক প্রতিষ্ঠানটি। | 国連人口基金(UNFPA)はOishiに、バングラデシュにおいてのその象徴として、名誉を与えたのだった。 |
11 | এ ব্যাপারে পত্রিকাটি আরো জানাচ্ছে: | 同ウェブサイトは次のようにも言っている。 |
12 | মোমবাতি জ্বেলে, কেক কেটে উদযাপন করা হয় শিশুর জন্মকে। | Oishiの誕生は、ケーキやキャンドルとともに、公に祝福された。 |
13 | সাতশ কোটিতম এ শিশুটিকে দেখতে হাসপাতালে ছিল উৎসুক মানুষের ভীড়। | 病院は、70億人目に生まれた子供を一目見ようと訪れる人々であふれかえった。 |
14 | ইউএনএফপিএর সেভেন বিলিয়ন অ্যাকশন প্রকল্পের অধীনে এ জন্মদিন পালন করা ছিল আনুষ্ঠানিকতা। | これは、UNFPA が主催する「70億人のアクション」の広報イベントであったのだ。 |
15 | গ্রুপ ব্লগ সামহয়ারইনে ব্লগার পোষা পাখি “ঢাকায় জন্ম নিল পৃথিবীর ৭০০ কোটিতম শিশু” নামক শিরোনামে এই সংবাদ তুলে ধরেছেন এবং তার লেখার উপর প্রচুর মন্তব্য এসেছে। | グループブログ Somewhereinblog.net のブロガーであるPosha Pakhiは、 「70億人目の子どもはダッカ生まれ」というタイトルのブログを投稿した。 |
16 | জুর্নো মন্তব্য করেছেন: | この投稿には多くのコメントが寄せられた。 |
17 | বাংলাদেশের ৭০০ কোটিতম এ শিশুকে পৃথিবীতে স্বাগতম। | Journo はこうコメントした。[bn] |
18 | আলোকিত মানুষ হয়ে বেঁচে উঠুক এই প্রত্যাশায়। | バングラデッシュ出身の70億人目の子ども、ようこそ世界へ。 |
19 | মিঠাপুর শিশুটিকে শুভেচ্ছা জানিয়েছেন, সাথে এই চিহ্নিত করণের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঠাট্টাচ্ছলে মন্তব্য করেছেন: | 彼女が賢明に生きてくれることを願うよ。 Mithapurは、この子どもの誕生を祝福し、そして冗談めかして、彼女を選ばれた根拠について疑問を投げかけた。[bn] |
20 | একটা প্রশ্ন: ৭০০ কোটিতম -হিসাব করলো কি করে? | ひとつ質問。 |
21 | এমন যদি হত লাইনটা- | どうやって彼女が70億人目になると計算したのだろう? |
22 | ঢাকায় জন্ম নিল পৃথিবীর ৭০০ কোটি শিশু | ダッカで(70億人目ではなく)70億人の子どもが生まれた、というならわかるけれど。 |
23 | একদিন হবে নিশ্চয়- কি বলেন? | これならいつか起こることでしょう? |
24 | তবে আতিক ৭০০ আর ৭০১ কোটিতমের মধ্যে কোন পার্থক্য দেখতে পাচ্ছেন না। | Atiqには、70億人目と70億とんで1人目の違いが腑に落ちないようだ。 |
25 | ৭০০ তম কোটি তে জন্ম নিয়া কি লাভ আর ৭০০ কোটি ১ তম হইয়া জন্ম নিলে কি সমস্যা বুঝলাম না। | 70億人目なのか、70億とんで1人目なのかが、なぜこんなに話題をよんでいるのかが、わからないよ。 |
26 | এই ঘটনা নিয়া এত আলোচনার কি আছে। | なぜこんなに話題になるんだい? |
27 | প্রতিদিনই তো কেউ না কেউ একটা নাম্বার নিয়া জন্মায়। | 毎日たくさんの赤ん坊が生まれているんだ。 |
28 | ওগো সবার জন্য দোয়া রইল। | 僕は生まれてきたすべての子どもたちの幸せを祈るよ。 |
29 | বিশ্বের কাছে শিশুটির আগমন আনন্দের হলেও, তার আগমন পিতামাতাকে ততটা আনন্দিত করেনি। | 世界はOishiの誕生を歓迎したが、両親にとってはそうでもなかった。 |
30 | কারণ ঐশী একটি মেয়ে শিশু। | なぜなら、Oishiは女児だったからだ。 |
31 | তার বাবা মা এবার একটি ছেলে সন্তানের আশা করেছিল। | 彼女の両親は、第三子には男の子を、と望んでいたのだ。 |
32 | শ্রীলন্কার মাতা দানুশিকা পেরেরার কোলে ৭০০ কোটিতম শিশুকন্যা মুথুমানি। | [bn] (先に生まれた2人は女の子だった) |
33 | ছবি রোহান করুণারত্নের তোলা। সর্বস্বত্ব ডেমোটিক্স (৩১/১০/২০১১) | 新生児を抱くスリランカ人の母Danushika Perera(撮影:Rohan Karunarathne Copyright Demotix)(31/10/2011)) |
34 | শুধু বাংলাদেশে নয় এরূপ প্রতীকি উদযাপন হয়েছে অন্যান্য দেশেও। | バングラデシュだけでなく、UNFPAの同様の祝賀が 世界各地で行われた。 |
35 | শ্রীলন্কাতে ইশারা মাধুশন্ক ও দানুশিকা পেরেরার শিশুকন্যা মুথুমানিকে ৭০০ কোটিতম শিশুর মর্যাদা দিয়েছে ইউএনএফপিএ। | UNFPAは、スリランカにおいてはIshara Madushanka、Danushika Dilani Perera夫妻の女児、Muthumaniを祝福した。 |
36 | অনুরুপভাবে ভারতে কন্যা শিশু নার্গিসকে প্রতীকী অর্থে বিশ্বের ৭০০ কোটিতম মানব হিসেবে চিহ্নিত করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল। | 同様にインドでは、プラン・インターナショナルが、世界で70億人目に誕生した子どもとしてNargis の誕生を祝福した。 |
37 | লাইভ ইন্ডিয়া. | LiveIndia. |
38 | কম জানাচ্ছে [হিন্দি ভাষায়]: | Com では下記のように報道している。[ |
39 | ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩৫ কিলোমিটার দুরে মাল কসবে নামক এলাকায় সোমবার ভোরে এক বাচ্চার জন্ম হয়েছে যাকে প্রতিকী রুপে বিশ্বের ৭০০ কোটি তম মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। | |
40 | এই শিশুর নাম রাখা হয়েছে নার্গিস। | Hi] |
41 | কাকতালীয়ভাবে ৭০০ কোটিতম সন্তান হিসেবে চিহ্নিত হওয়া দক্ষিণ এশিয়ার এই তিনটি শিশুই মেয়ে তারপরেও বাস্তব বিষয় হচ্ছে বিশ্বে নারী শিশু এখনো অনেক বঞ্চনা এবং অবহেলার শিকার। | インド、ウッタル・プラデーシュ州のLucknowで、月曜未明に生まれたNargis という名の女児が、世界で70億番目に生まれた象徴として取り上げられた。 |
42 | বিশ্বের ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা বিশ্বের জন্য চাপ হিসেবে বিবেচিত হলেও, মেয়ে শিশু যেন আগামীতে অবহেলার শিকার না হয় - মুথুমানি, নার্গিস এবং ঐশী যেন সেই বার্তা নিয়ে এসেছে। | たとえ増加し続ける世界人口が世界への警鐘だとと捉えられていようとも、Muthumani,、Oishi、Nargisの誕生は、これから女として生まれてくる子どもたちをなおざりにしないように、というメッセージを私たちに伝えてくれているのだ。 校正 Sami Nagato |