# | ben | jpn |
---|
1 | এই বইগুলো পড়ার সৌভাগ্য হবে না আপনার, তবে নাতির নাতি-পুতিরা পড়তে পারবে! | あなたは読めないが、100年後の人々は読める本 |
2 | ছবির ডানের মহিলার নাম মার্গারেট অ্যাটউড। তিনি স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের কাছে ভবিষ্যতের পাঠাগার প্রকল্পের পাণ্ডুলিপি হস্তান্তর করছেন। | スコットランド人アーティストのケイティー・パターソン(左側)の100年かけたプロジェクトである未来の図書館のために、原稿を渡す作家のマーガレット・アトウッド(右側)。 |
3 | ছবি কৃতজ্ঞতা: কেটি পিটারসন। | 提供:ケイティー・パターソン |
4 | পাবলিক রেডিও ইন্টারন্যাশনালের দ্য ওয়ার্ল্ডের জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরি করেছেন সুসান্নাহ রোবাসন। আর প্রথম প্রকাশিত হয় ২০১৫ সালের ১৬ জুলাই তারিখে। | この記事とラジオ音声はスザンナ・ロバーソンにより「ザ・ワールド」向けに発表され、2015年7月16日にPRI.orgのサイトで公開されたものです。 |
5 | কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় এখানে পুনর্প্রকাশিত হয়েছে। | コンテンツ共有の合意のもとグローバル・ボイスに転載しています。 |
6 | টাইম ক্যাপসুলের কথা আমরা অনেকেই শুনেছি। তবে এটা সেটার থেকে একটু ভিন্ন। | タイムカプセルの話は皆聞いたことがあると思うが、これはそれとは少し違う。 |
7 | এর নাম দেয়া হয়েছে ভবিষ্যতের পাঠাগার। আর এটা নরওয়ের একটি বনে রূপ নিবে। | 未来の図書館と呼ばれるもので、今はノルウェーの森として存在している。 |
8 | সেটা আবার কেমন? | その図書館の仕組みはこうだ。 |
9 | কিংবা কিভাবে কাজ করবে? অসলোর নর্ডমার্কা বনের বাইরে হাজারখানেক গাছ লাগানো হয়েছে। | オスロの近郊のNordmarkaという森では、今まで1,000本の樹木が植えられてきた。 |
10 | এই গাছ থেকে সে কাগজ পাওয়া যাবে, তা দিয়ে একশ' বছর পরে বই প্রকাশ করা হবে। | その樹木は今から100年後に印刷される特別なアンソロジー(文学選集)のための紙として使われるのだ。 |
11 | স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের মাথায় প্রথম এই প্রকল্পের ধারনা আসে। একদিন কাগজে হিজিবিজি করতে করতেই এই আইডিয়া পান। | このプロジェクトはスコットランド人のアーティスト、ケーティー・パターソンが落書きの最中に思いついたのだという。 |
12 | পিটারসন জানান, “একদিন আমি নোটবুকে স্কেচ করছিলাম। সিরিয়াস কোনো কাজ ছিল না। | 「ごく簡単な年輪のスケッチをノートに書いていた時に、突然年輪と本の章との間の関連性に気がついたんです。」 |
13 | বৃক্ষের একটি বৃত্ত আঁকছিলাম আনমনে। | とパターソンは言う。 |
14 | আঁকতে আঁকতেই হঠাৎ খেয়াল করলাম, গাছের বৃত্তের সাথে বইয়ের অধ্যায়ের একটা যোগসূত্র রয়েছে।” | パターソンは100年かけて毎年一人ずつ作家に声をかけ、作品の収集に力を貸してもらうことを計画した。 |
15 | পিটারসনের এই প্রকল্পের সময়সীমা ১০০ বছর। এজন্য তিনি পরিকল্পনা করেছেন, প্রতি বছর একজন করে লেখককে প্রকল্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। | そして最初の一人として、今年の5月、カナダの受賞作家、マーガレット・アトウッドが原稿を提出した。 |
16 | পুরস্কার বিজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড গত মে মাসে প্রকল্পের জন্য প্রথম পাণ্ডুলিপি জমা দিয়েছেন। | 「私を含め、他の誰もが未来のその時まで読むことのできない彼女の作品を手に取った時は、強い誘惑にかられました。」 |
17 | পিটারসন বলেছেন, “আমার হাতে তার একটা লেখা আছে। | とパターソンは言う。「 |
18 | তবে আমি সেটা পড়তে পারবো না। এমনকি কেউ-ই পড়তে পারবেন না। | でも、もちろん絶対に本を開いたりはしませんよ。」 |
19 | ভবিষ্যতের এই মুহূর্তটা নিশ্চয় অনেক আকর্ষণীয় হবে। | パターソンは、そのプロジェクトが未来の世代への贈り物になることを願っている。 |
20 | কথা দিচ্ছি, আমি এ ব্যাপারে খুব কঠোর থাকবো। | それは、まるで未発見の古い原稿を読むような気持ちになるだろうと彼女は考えている。 |
21 | এই বইয়ের কোনো পাতা কখনোই খুলে পড়ে দেখবো না।” | 「2015 年であろうと2025年であろうと、作品がそれぞれの年を結晶化していくのが目に浮かびます。」 |
22 | পিটারসন আশা করছেন, তার প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। | とパターソンは語る。「 |
23 | তার ধারনা এই বই পুরাকালের অনাবিস্কৃত লেখা পড়ার অভিজ্ঞতা দিবে। | 最初の読者が1ページ目を開く時のわくわく感を想像するのも楽しいですね。」 |
24 | পিটারসন বলেছেন, আমি কল্পনা করছি, প্রতি বছর লেখাগুলো একটি জমাটবাঁধা মুহূর্ত হয়েই থাকবে, তা ২০১৫ হোক কিংবা ২০৫৫। | しかし2114年までその時は来ない。 |
25 | তাই আমি ভাবতে পছন্দ করবো, প্রথম পাঠকই বইয়ের প্রথম পাতা খুলবেন।” তবে তার জন্য ম্যালা বছর অপেক্ষা করতে হবে, সেই ২১১৪ সাল পর্যন্ত। | 一方、パターソンは、プロジェクトの2番目の作家、イギリスのデヴィット・ミッチェルを公表した。 |
26 | পিটারসন ইতোমধ্যে প্রকল্পের দ্বিতীয় লেখকের নাম ঘোষণা করেছেন। | そしてノルウェーの森は今も育ち続けている。 |
27 | তিনি হলেন ব্রিটিশ লেখক ডেভিড মিটচেল। এদিকে নরওয়ের সেই বনও বেড়ে উঠছে। | 校正:Moegi Tanaka |