# | ben | jpn |
---|
1 | ইরানঃ রাজনৈতিক কারাবন্দীদের জন্য পাগলা দেওয়াল লিখন সপ্তাহ | イラン:政治犯のための、怒れるグラフィティアート週間 |
2 | পাগলা দেওয়াল লিখন সপ্তাহ ইরান নামের একটি ফেসবুক গ্রুপ শত শত ইরানী রাজনৈতিক কারাবন্দীদের সম্মানে সকলের জন্য ১-৭ এপ্রিল পর্যন্ত বিশেষ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে। | 2012年4月1日から7日、FacebookグループMad Graffiti Week Iranはみなに、イランの政治犯に敬意を表し、ステンシル(訳注:ここでは型と好みの染料で絵を描くもの)をしようと呼びかけた。 |
3 | জনগন তাদের শার্টে, দেওয়ালে, নিজেদের বাড়িতে এবং পোষাকে চিহ্ন রাখছেন। | 人々はシャツや建物の塀、家や服にステンシルで絵を描いた。 |
4 | সাম্প্রতিক কালে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজারও সমর্থক মিশরে “পাগলা দেওয়াল লিখন সপ্তাহ” পালন করেছে। এ উদ্যোগটি তার দ্বারা সমর্থিত ও অনুপ্রাণিত। | その試みは、現軍事政権に抗議したなか多数のフォロワーを惹きつけたエジプトの“Mad Graffiti Week”に触発され、後押しを受けたものだった。 |
5 | কল্পনার জগৎ ও বাস্তব জগতের মেলবন্ধন | ヴァーチャルな世界を現実へ。 |
6 | স্টেনসিল কিভাবে তৈরী করতে হবে এবং বাস্তব জগতে কিভাবে তা ব্যবহার করা হবে সে বিষয়ে ইউটিউবের এ ভিডিওটিতে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। | これは、実際にステンシルの作り方や使い方をステップバイステップで説明するYoutube動画でのガイドである。 |
7 | সারা বিশ্বের মানুষ উদ্যোগটিকে সমর্থন করে পাগলা দেওয়াল লিখন সপ্তাহ ফেসবুক ছবি এ্যালবাম এ একাধিক ছবি শেয়ার করেছেন। | Mad Graffiti Weekが共有したFacebookのフォトアルバムには世界中でみなが新たな取り組みをどんな風に支持したかを表す、数枚の写真がある。 |
8 | আমস্টারডাম | アムステルダム |
9 | অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া | カリフォルニア州オークランド |
10 | ওয়াশিংটন ডিসি | ワシントンDC |
11 | ইরানীয় কারাবন্দীদের পক্ষে দেওয়াল লিখন নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, শহর ছাড়িয়ে অন্যান্য স্থানে পৌঁছেছে। | イランの政治犯の声を代弁するグラフィティアートは、オランダ、ニュージーランド、スウェーデン、エジプト、アメリカの都市や、それ以外の遠く離れた地域でも姿を現した。 |
12 | রাজনৈতিক বন্দীদের চেহারা তুলে ধরে আমরা অনলাইন কর্মসূচিকে বাস্তবের পৃথিবীর পরিবেশে বিকাশ ঘটাতে পেরেছি। | そしてそれは、私たちがオンライン上で見慣れるようになってしまった政治犯の顔を、現実世界に届けるものだった。 校正Ayako Yamakami |