# | ben | jpn |
---|
1 | মিশর: “কাঁধের উপর দিয়ে আক্ষরিকভাবে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম” | エジプト 「弾丸が文字通り肩越しに飛んでいくのを感じた」 |
2 | মিশরীয় ফটো সাংবাদিক মোসাব ইলসামিকে গুলি করা হয়েছে। বুলেটটি তার কাঁধের উপর দিয়ে উড়ে যায়। | 今日(訳注:2013年8月14日)、エジプトのカイロにあるラバア・アルアダウィヤで、モルシ氏支持派が行っていた座り込みデモが強制的に排除され、その現場を潜入取材したエジプト人フォトジャーナリストのモサブ・イッシャーミ氏が狙撃された。 |
3 | ঝুঁকি নিয়ে মিশরের কায়রোর রাবা আল আদাওইয়াতে প্রবেশের পর তার যন্ত্রপাতি চুরি করা হয়, যেখানে আজ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট সহিংস অভিযানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। | 彼の肩越しを弾丸が飛び、そしてそこで所持品を盗まれた。 |
4 | একটি ধারাবাহিক টুইট বার্তায় তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজ সকালে নাসর শহরের মুসলিম ব্রাদারহুডের অবস্থান সমাবেশে কি ঘটেছে সে ব্যাপারে আমাদের হালকা ধারণা দিবে। | イッシャーミ氏は一連のツイートの中で自分が体験したことをツイートし、今朝、ナスルシティで座り込みしていたムスリム同胞団がどのように撤退したか、まだ誰も知らない状況を我々に伝えている。 ラバアでの座り込みデモの現場まで行くのはたやすかった。 |
5 | রাবা অবস্থান সমাবেশে যাওয়া সহজ অংশ ছিল: | ラバアから黒煙がますます立ち登っている。 |
6 | রাবা থেকে ক্রমবর্ধমান আরো কালো ধোঁয়া বেরুছিলো। | 本当にナスルシティのほとんどどこからでも見える。 |
7 | কার্যতঃ নাসার শহরের প্রায় যেকোনো জায়গা থেকে তা দেখা যায়। | そこでは、まず、催涙ガスと格闘した。 |
8 | সেখানে তিনি প্রথমে টিয়ার গ্যাসের সঙ্গে মোকাবিলা করেন: | ついに、ラバアに侵入した。 |
9 | অবশেষে রাবাতে ঢুকলাম। | 催涙ガスは耐え難い。 |
10 | অসহনীয় টিয়ার গ্যাস। | 彼は目の当たりにした恐ろしい光景を撮影しflickr上のフォトギャラリーに掲載して共有した。( |
11 | সেখানে যে ভয়াবহতা তিনি দেখেছন, তিনি তা একটি ফোটোগ্রাফ গ্যালারিতে ধরে রেখেছেন। | 警告: 特に死体公示所に安置されている死体などの生々しい写真あり) |
12 | সেগুলো তিনি ফ্লিকারে শেয়ার করেছেনঃ [সতর্কবাণী:কিছু ছবি,বিশেষ করে মর্গে মৃতদেহের ছবিগুলো গ্রাফিক] | ラバアの現場はさながら戦場の様相を呈している。 |
13 | রাবার ফ্রন্টলাইনের দৃশ্য একটি যুদ্ধ ক্ষেত্রের বর্ণনার অনুরূপ। | 戦闘はもう6時間も続いている。 |
14 | ছয় ঘন্টা ধরে সংঘর্ষ এখনও চলমান। | イッシャーミ氏は危うく狙撃手に狙われそうになった。 |
15 | ইলসামির খুবই কাছ দিয়ে স্নাইপারের গুলি বর্ষণ হয়ঃ | 最悪なのは、どこから狙撃されているかわからないことだ。 |
16 | সবচেয়ে খারাপ হচ্ছে, কোথায় থেকে গুলি আসছে তা জানা ছিল না। | 一番近くにある物陰にうずくまり、幸運を祈る…。 |
17 | পরবর্তী কাছের জিনিসে যেয়ে নত হন এবং ভালো কিছুর জন্য আশা করুন .. | しかし、彼はそのまま状況をつづり、投稿し続けた。 |
18 | কিন্তু সংঘর্ষের তীব্রতা সত্ত্বেও তিনি বিরামহীন ভাবে ছবি তুলে যানঃ | そうしている間にも衝突は激しさを増していった。 |
19 | রাবাতে তীব্রভাবে সংঘর্ষ চলছে। | ラバアでの衝突は激しさを増している。 |
20 | একটি বুলেট তাঁর কাঁধের উপর দিয়ে উড়ে যায়। | 弾丸が彼の肩越しをかすめ飛んでいった。 |
21 | তিনি টুইট করেছেন: | 彼はツイートした。 |
22 | আক্ষরিকভাবে আমার কাঁধের উপর দিয়ে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম। | 文字通り、弾丸が肩越しを飛んで行くのを感じた。 |
23 | আলোর গতিতে ভ্রমণ করা একটি রাক্ষুসে মশার মত করে একটি অস্পষ্ট গুঞ্জন শুনলাম। | 巨大な蚊が光速で飛んでいく音のような唸りが聞こえた。 |
24 | ভুতুড়ে। | ぞっとする。 |
25 | সে সঙ্গে পিঠে শটগানের ধাক্কা খেলে ইলসামি চলে যাবার সিদ্ধান্ত নেনঃ | そして、ショットガンの散弾が彼の背中に当たったので、イッシャーミ氏は今日はこれで終わりにしようと決めた。 |
26 | আমার পিঠে শটগানের তিনটি ধাক্কা সহ্য করার পর আমি সেখান থেকে চলে যাই। | 弾丸が肩をかすめ、背中に3つの散弾が当たった。 これは立ち去るべき合図だ。 |
27 | কিন্তু এটাই শেষ ছিল না। | しかし、まだ終わりではなかった。 |
28 | রাবা থেকে বের হবার পথে আমি স্থানীয় অতন্দ্র জনতার মুখোমুখি পড়ি, যারা আমার যন্ত্রপাতি সব চুরি করে নিয়ে যায়। | ラバアを後にする途中、目ざとい地元の暴徒が立ちふさがってきて、所持品を盗んでいった。 幸いSDカードは靴下に入れてあった。 |
29 | ভাগ্যক্রমে আমি মোজার মধ্যে আমার এসডি কার্ড রেখেছিলাম। | flickr(こちら)上に掲載されているイッシャーミ氏が撮影した衝突の写真をお見逃しなく。 |
30 | এখান থেকে ইলসামির ফ্লিকার অ্যাকাউন্টে তোলা আজকের সংঘর্ষের ছবিগুলো দেখতে ভুলবেন না। | 校正:Yuko Aoyagi |