# | ben | jpn |
---|
1 | তাজিকিস্তানে লেনিন: ‘সজ্জন হিটলার’ না ‘আসল নায়ক'? ১৯৯১ সালের ২১ সেপ্টেম্বরের ঘটনা। | タジキスタンにおけるレーニン 「マシなヒットラー」それとも「真の英雄」 |
2 | মাত্র দুই সপ্তাহ আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তাজিকিস্তান স্বাধীন হয়েছে। ওইদিন উত্তেজিত জনতা দুশানবে'র কেন্দ্রস্থলে লেনিনের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলে। | タジキスタンがソビエトからの独立を宣言して2週間もしない1991年9月21日に、頭に血の上った群衆が、ドゥシャンベの中心に設置されたウラジーミル・レーニンの記念像を引き倒した。 |
3 | মানুষজন জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে লেনিনের প্রতীক অপসারণ করে। | この行為は国家主義的知識階層やその他の政治家が共産主義者としての自己の過去の痕跡を全て大慌てで消し去ろうとする様子を象徴的に表していた。 |
4 | এদিকে কিছু রাজনীতিবিদও তাদের কমিউনিস্ট আমলের স্মৃতি থেকে অব্যাহতি পেতে এটা করে। | その後すぐに起こった内戦によって、同国内のその他の多くのレーニン記念像は倒壊されずに残った。 |
5 | গৃহযুদ্ধের পরপরই মধ্য এশিয়া প্রজাতন্ত্রের অনেক বলশেভিক নেতার স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হয়। | タジキスタンの指導者層が新国家建設に乗り出した2000年代、レーニン記念像の倒壊は国全体にひろまり、「祖父レーニン」はタジキスタンの主要な市や町の中央広場から消え去った。 |
6 | ২০০০ সালে তাজিকিস্তানের নেতৃত্ব যখন নতুন জাতি নির্মাণ কর্মসূচী শুরু করে, তখন সারাদেশের লেনিনের স্মৃতিস্তম্ভগুলো ভেঙ্গে ফেলা হয়। | そして彼の記念像は、10世紀にタジク帝国を築いたと信じられている同国の主権者イスモイリ・ソモニの新しく彫像された像にとって代わられた。 |
7 | তাজিকিস্তানের বেশিরভাগ শহর, নগরের কেন্দ্র থেকে ‘লেনিন দাদু' মুছে যায়। | タジキスタンのほとんどの市や町でソビエト時代のレーニン像は、イスモイリ・ソモニの像に置き換えられた。 |
8 | লেনিনের স্মৃতিস্তম্ভের বদলে সেখানে জায়গায় পায় ইসমাঈল সামানি‘র স্মৃতিস্তম্ভ। | このソモニ記念像はドゥシャンベの中央広場に立っている。 |
9 | তিনি দশম শতাব্দীতে তাজিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। | この場所は1991年にレーニン像が引き倒されたまさにその場所である。 |
10 | তাজিকিস্তানের বেশিরভাগ জেলা এবং শহরে লেনিনের স্মৃতিস্তম্ভের পরিবর্তে ইসমাঈল সামানি'র স্মৃতিস্তম্ভ জায়গা করে নিয়েছে। | 写真:Alexander Sodiqov(2010年)。 |
11 | সামানি'র এই স্মৃতিস্তম্ভটি দুশানবে'র সেন্ট্রাল স্কয়ারের। | 「マシなヒットラー」 |
12 | ১৯৯১ সালে এর ঠিক বাম পাশেই লেনিনের স্মৃতিস্তম্ভটি ছিল। | 政府によるレーニン像の急速な撤去は同国内のブロガーの間に加熱した論争を引き起こした。 |
13 | ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০১০)। | ある者はソビエト時代の記念像は破壊され、忘れ去られるべきだと主張する。 |
14 | একজন ‘সজ্জন হিটলার' | その理由は、ボルシェビキによる征服は同国に多くの苦悩を与え、さいなんできたからだとする。 |
15 | সরকার তাড়াহুড়া করে লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলায় বিষয়টি নিয়ে দেশের ব্লগারদের মধ্যে বিতর্কের সুচনা করেছে। | 2011年12月、ジャーナリストのSalim Aioubzodは彼のブログで、なぜレーニン像は新タジキスタンで必要ないかを説明している[tj]。 |
16 | স্মৃতিস্তম্ভগুলো সোভিয়েত আমলের হওয়ায় সেগুলি ভেঙ্গে ফেলা এবং ভুলে যাওয়া উচিত বলে কিছু ব্লগার যুক্তি দিয়েছেন। | 1919年、レーニンは ミハイル・フルンゼをトルキスタン前線の司令官に指名し、中央アジアへ派遣した。『 |
17 | কেন না এগুলো এই অঞ্চলে বলশেভিক বিজয়ের ভয়াবহ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়। | 彼を派遣した理由』は「領土を征服するためではなく、全ての敵を排除するためであった」。 |
18 | ২০১১ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সেলিম আইয়ুবজুদ তার ব্লগে নতুন তাজিকিস্তানে লেনিনের স্থাপত্য'র কেন স্থান নেই সেটার ব্যাখ্যা দিয়েছেন: | このことは、レーニン及び彼の一味に関連した全てのものを焼き去る根拠として十分であると私は考える。 |
19 | ১৯১৯ সালের নভেম্বর মাসে লেনিন মিখাইল ফ্রুঞ্জকে তুর্কিস্থান ফ্রন্টের কমান্ডার নিযুক্ত করে মধ্য এশিয়ায় পাঠান। | レーニン像を集めて破壊すべきである。 |
20 | ফ্রুঞ্জকে দ্রুত নিয়োগ দিয়ে পাঠানোর কারণ ছিল “এ অঞ্চল দখল নয়, সব শত্রুকে মেরে ফেলার”। | それら(レーニン像)は歴史を表すものではない。 |
21 | আমি বিশ্বাস করি, লেনিন এবং তার সাঙ্গপাঙ্গদের সবকিছু পুড়ে দেয়ার জন্য এই তথ্যটাই যথেষ্ট। | 歴史は以来多くの人々をさいなんできた苦悩であり、これからも常にそうし続けるであろう。 |
22 | তার স্থাপত্যগুলো সংগ্রহ করে ধ্বংস করা উচিত। | タジキスタンの独立後21年経過しても、国内にレーニンの立像及び胸像が幾つか残っている。 |
23 | এই স্থাপত্যগুলো ইতিহাস নয়। | この写真は北部タジキスタン、Istaravshanにある巨大なレーニン像である。 |
24 | ইতিহাস সেইসব দু:সহ বেদনা, যা অনেক মানুষ বহন করে চলেছে এবং সবসময় এই বেদনা বুকে পুষে রেখে যাবে। | 撮影: Sergey Abashin(2012年)、撮影者の許可を得て掲載。 |
25 | তাজিকিস্তানে স্বাধীনতা ২১ বছর পরে লেনিনের অল্প যে কয়েকটি স্থাপত্য ছিল, তা গুঁড়িয়ে দেয়া হয়েছে। | Salim Aioubzodはまた、レーニンとドイツのファシスト指導者、アドルフ・ヒトラーを比較している。[tj] |
26 | এই ছবিতে উত্তর তাজিকিস্তানের ইস্তারাভসানে লেনিনের বিশাল স্থাপত্য দেখা যাচ্ছে। | 像が『歴史的な理由で重要である』とするならば、それではなぜドイツはアドルフ・ヒトラーの像を全て撤去したのか。 |
27 | ছবি তুলেছেন সার্গে আবাসিন (২০১২)। | 確かに、レーニンはヒトラーより少しはましである。 |
28 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | しかしながら、二人が引き起こした戦争及びテロにより殺された人々の数に、たぶんそれほど大きな違いはない。 |
29 | ব্লগাররা লেনিনকে জার্মানির ফ্যাসিবাদী নেতা এডলফ হিটলারের সাথে তুলনা করেছেন: | 何百万の人々が『彼らの犠牲となった』 |
30 | স্থাপত্যগুলো ঐতিহাসিক কারণে যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে জার্মানি হিটলারের সকল স্থাপত্য অপসারণ করেছে কেন? | ごく最近、11月1日、Tojikzaminは議論を続けた。 |
31 | হ্যাঁ, স্বীকার করি, লেনিন হিটলারের থেকে সামান্য হলেও সজ্জন। | タジキスタンの各地の学校でも,なおレーニン像があるのを見つけて彼は当惑し、 主張した。[tj] |
32 | তবে যুদ্ধে এবং সন্ত্রাসের পথে মানুষ হত্যার সংখ্যায় তাদের ব্যবধান খুব সামান্যই। | 像は害のないものではないということを忘れてはならない。 |
33 | তাদের উভয়ের নেতৃত্বে লাখ লাখ মানুষ মারা গেছেন। | 在学中の11年間、毎日レーニン像を見る子供たちは、決して父祖の地すなわち自国を愛することはないだろう。 |
34 | তোজিকজামিন লেনিনের স্থাপত্য দেখে বিহ্বল হয়ে যান। তিনি দাবি করেন: | この子らは常に自分たちは今なお「母なるロシア」に統治されているソビエト内の一国に住んでいると考えるだろう。 |
35 | আমরা ভুলবো না যে, স্থাপত্য শুধুমাত্র ইঁট-কাঠের কাঠামো নয়। | また子供たちは「祖父なるレーニン」はタジク人の最大のヒーローであると考えるだろう。 |
36 | শিক্ষার্থীরা ১১ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে লেনিনকে দেখলে তাদের পিতৃভুমিকে কোনোভাবেই ভালোবাসতে পারবে না। | そして我が国の真の英雄を知ることはないだろう。 |
37 | তাদের সবসময় মনে হবে, আমরা এখনো সোভিয়েতের প্রদেশ হয়েই আছি। | 何万ものレーニン記念像が我が独立共和国に存在し続けることは、世界のタジク人にとって不名誉なことだ。 |
38 | যা পরিচালনা করছে ‘মাতৃভুমি রাশিয়া'। | このレーニン像は、2010年にソモニ像に置き換えられるまで長くタジキスタン東部のKhorogの中央広場にたっていた。 |
39 | তারা ‘লেনিন দাদু'-কে সবসময় তাজিকিস্তানের মানুষের নেতা হিসেবে ভাববে। | 撮影: Alexander Sodiqov(2009年) |
40 | তারা জানতে পারবে না তাজিক জাতির প্রকৃত নায়কদের নাম। | 「真の英雄」 |
41 | আমাদের স্বাধীন তাজিক প্রজাতন্ত্রে লেনিনের হাজার হাজার স্থাপত্য থাকলে সারা দুনিয়ায় আমাদের কোনো সম্মান থাকবে না। | しかし、異なる考えを持つネチズンもいる |
42 | তাজিকিস্তানের পূর্বাঞ্চলের খোরোগের সেন্ট্রাল স্কয়ারে লেনিনের এই স্থাপত্যটি দীর্ঘকাল ধরেই ছিল। ২০১০ সালে এটি ভেঙ্গে এখানে সামানির স্থাপত্য প্রতিস্থাপন করা হয়। | 1939年から1992年までの間「Leninobod 」(「レーニン市」)と呼ばれたタジク北部のKhujand市にあるレーニン像の撤去に関するコメントとして、Alexey Sominは彼のブログに次のように 記している。(ru) |
43 | ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০০৯)। | 像は国民を混乱させただろうか。 |
44 | একজন ‘আসল নায়ক' | 新しい原理と価値観に基づいた新しい国を我々が築くのを妨げただろうか。 |
45 | যদিও কিছু নেটিজেন বিষয়টি অন্যভাবে দেখেছেন। | 像は、もともとあった場所に歴史的記念碑としてそのまま残すことはできないのだろうか。 |
46 | ১৯৩৯-১৯৯২ সাল পর্যন্ত তাজিকিস্তানের উত্তরাঞ্চলের শহর খোজান্দ ‘লেনিনবাদ' বলে পরিচিত ছিল। | 最も不快なことは、レーニンの立像および胸像が全国至る所でソモニ像に置き換えられていることである。 |
47 | এখানকার লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলার সমালোচনা করে আলেক্স সোমিন তার ব্লগে লিখেছেন: | なぜなのか。 |
48 | এই স্মৃতিস্তম্ভ কি কাউকে অসুবিধায় ফেলছিল? | ソモニはレーニンに取って代わるだけの価値のある何かをしたというのだろうか。 |
49 | এটা কি আমাদের রাষ্ট্র এবং মূল্যবোধ গড়ে তোলায় বাধা দিচ্ছিল? | たしかに、彼は遠い昔に帝国を建設した。 |
50 | একটা ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিবেচনা করে আমরা এটাকে কেন একটা স্মৃতিস্তম্ভের জায়গায় থাকতে দিচ্ছি না? | そこではタジク語が公用語とされた。 |
51 | সবচে' বাজে বিষয়টি হলো, সারাদেশ থেকে লেনিনের সব স্থাপত্য উপড়ে ফেলে সেখানে সামানি'র স্মৃতিস্তম্ভ গড়ে তোলা। কিন্তু কেন? | しかし、彼が建設した帝国は「タジキスタン」と呼ばれることは決してなかった。 |
52 | সামানি কি লেনিনের বিকল্প হওয়ার যোগ্য? | そしてわずか100年後には崩壊してしまった。 |
53 | হ্যাঁ, তিনি অনেক আগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যার রাষ্ট্রভাষা ছিল তাজিক। | その後タジク人は自国を持つことはなかったし、ツルキ語族」に隷属して生きてきたのである。 |
54 | কিন্তু এই সাম্রাজ্যকে কখনোই ‘তাজিকিস্তান' বলা হতো না। | そしてレーニンの時代になって『タジク人』は自分の国を持つことができたのである。 |
55 | মাত্র ১০০ বছরের পরেই এর অবসান হয়েছিল। | タジク人およびタジキスタンにそれ以上のことを誰がしたのだろうか。 |
56 | এরপর থেকে তাজিকদের নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না। তাই তাজিক এবং তাজিকিস্তানের জন্য কে বেশি করেছে? | どっしりとしたレーニン像がタジキスタン北部のKhujand(前「Leninobod」)の風景を長く威圧していた。 |
57 | তাজিকিস্তানের উত্তরাঞ্চলের খোজান্দ (সাবেক লেনিনবাদ) শহরে একসময় লেনিনের অনেক স্থাপত্য ছিল। | 撮影: Alexander Sodiqov(2003年) |
58 | ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২২০৩)। | このブログのコメント欄に、Dalnoboyshchikは下記のように記している(ru)。 |
59 | নিচের ব্লগে ডালনোবয়েসচিক মন্তব্য করেছেন: | 私は全面的に賛成する。 |
60 | আমি পুরোপুরি একমত! | レーニン像は現在あるところに残すべきである。 |
61 | লেনিনের স্থাপত্য যেখানেই আছে আমাদের তা সেখানেই রাখা উচিত। | これは我々の歴史であり、尊敬すべきものである。 |
62 | এটা আমাদের ইতিহাস এখন। | 好きな人物の記念像を建てさせればよい。 |
63 | এটার সম্মান করা উচিত। | でもレーニンに手荒なことをしてはならない。 |
64 | তারা যেখানে ইচ্ছে সেখানেই নতুন স্থাপত্য নির্মাণ করুক, কিন্তু তারা লেনিনকে ভেঙ্গে সেটা করতে পারে না। | 誰が真の英雄で、誰が我が国にそれ以上のことをしたかを歴史が示すだろう。 |
65 | ইতিহাস বলবে কে প্রকৃত নায়ক। | Khujandのレーニン像最後の日。 |
66 | আর কে আমাদের দেশের জন্য বেশি কিছু করেছে। | 撮影:アジアプラス。 |
67 | খোজান্দ শহরের লেনিন স্মৃতিস্তম্ভের শেষ দিন। | 撮影者の許可を得て掲載。 |
68 | ছবি তুলেছেন এশিয়া-প্লাস। | 何をなすべきか |
69 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। কী করতে হবে? | 現在も続く記念碑に関する討論は、タジク社会における価値観および歴史の解釈に関する論争を拡大させている代表格だ。 |
70 | স্মৃতিস্তম্ভ নিয়ে এই চলমান বিতর্কে ইতিহাস বিষয়ে তাজিক সমাজের ভিতরকার দ্বন্দ্ব এবং মূল্যবোধ উঠে এসেছে। | そんな中、撤去されたソビエト時代の像の扱いについてまた論議しているタジクのネチズンがいる。 |
71 | ইতোমধ্যে সোভিয়েত আমলের যেসব স্থাপত্য সরকারী কর্তৃপক্ষ সরিয়ে নিচ্ছে সেগুলো নিয়ে কী করা যায় সে বিষয়ে কিছু তাজিক নেটিজেন আলোচনা করেছেন: | Sominのブログの投稿欄で、Beparvoは提案している。(ru) |
72 | সোমিনের ব্লগের নিচের দিকে বেপারভো প্রস্তাব করেছেন: | 私はレーニン像が歴史的記念碑であるということを認める。 |
73 | লেনিনের স্থাপত্য ঐতিহাসিক এ ব্যাপারে আমি একমত। | しかし、今回の場合、記念碑はタジキスタンのどこの町や村の中央広場にも残すべきではない。 |
74 | কিন্তু তার স্মৃতিস্তম্ভ দেশের প্রত্যেক শহর এবং গ্রামের কেন্দ্রস্থলে থাকতে পারে না। | 博物館に置くべきである。 |
75 | এগুলোর জাদুঘরে থাকতে পারে। | これらの記念碑は処分されるべきではないし、破壊されるべきでもない。 |
76 | তবে এই স্থাপত্যগুলো ভাঙ্গা যাবে না। | これらは歴史である。 |
77 | এগুলো এখন ইতিহাস। | これらは注意深くかつ静かに博物館へ移されるべきである。 |
78 | এগুলোকে সতর্কতার সাথে অতিদ্রুত জাদুঘরে নিতে হবে। | Temur Mengliev は異なった意見を持っている。 |
79 | তিমুর মেগ্লিয়েভ ভিন্ন একটি মতামত দিয়েছেন: | 我々はもっと賢くあるべきである。 |
80 | আমাদের আরো স্মার্ট হতে হবে। | 歴史的かつ審美的観点からいえば、レーニン像の最も重要なものは博物館へ移すべきである。 |
81 | ঐতিহাসিক এবং সৌন্দর্যের দিক দিয়ে লেনিন স্থাপত্যের মূল অনেক। | その他タジキスタン全土に何百とある残りの像はオークションにかけるべきである。 |
82 | জাদুঘর এজন্য এটাকে নিতে পারে। | レーニンは自分にとって重要な意味があるとする市民がいる。 |
83 | এছাড়া তাজিকিস্তান জুড়ে বাকি যেসব স্থাপত্য আছে, সেগুলোকে নিলামে তুলতে হবে। | その人たちに記念碑を買ってもらい、自宅の庭やダーチャ(訳者注:ロシア語で「別荘」)に置いてもらおう。 |
84 | যাদের কাছে লেনিনের মূল্য অনেক, তারা সেগুলো কিনে বাড়িতে রাখবেন। | 独立後21年になる今も、ある程度の数のタジク人はレーニンを崇拝している。 |
85 | স্বাধীনতার ২১ বছর পরেও অনেক তাজিক এখনো লেনিনকে শ্রদ্ধা করেন। | ドゥシャンベの北方40kmほどのVarzobにて、御影石製のレーニンの浮き彫り像が新築大邸宅の壁に飾られている。 |
86 | দুশানবে শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে নতুন একটি ভবন লেনিনের শ্বেতপাথরের স্থাপত্য দিয়ে সাজানো হয়েছে। | 撮影:Christian Mark Bleuer(2012年)、撮影者の許可を得て掲載 |
87 | ছবি তুলেছেন ক্রিশ্চিয়ান মার্ক ব্লুয়ার। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | 校正:Yukari Sugimoto |