# | ben | jpn |
---|
1 | কলম্বিয়া: বাস্তবের সুপার হিরো যিনি | まるでアンパンマン? |
2 | ভেসপায় চড়ে আছেন সুপার প্যান। | バイクに乗ってコロンビアの街中の飢餓を救う |
3 | স্ক্রিনশট নেয়া হয়েছে ইউটিউব থেকে। | ベスパで移動中のスーパーパン。 |
4 | বাস্তবের সুপার হিরোর খোঁজ মিললো কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে। | Youtubeのスクリーンショットから。 |
5 | তিনি সেখানে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। তার নাম প্যানক্রাসিয়ো লেভাদুরা। | コロンビアのボゴタから北の約300キロメートルにあるブカラマンガでは、飢えや貧困と闘う、本物のスーパーヒーローが街中を見回っている。 |
6 | নামের অংশবিশেষ ‘প্যান'-এর বাংলা মানে হলো রুটি। তবে বেশিরভাগ মানুষ তাকে সুপার প্যান নামেই চেনে। | 彼は、「聖パンクラシオ」と「パン」をかけて、パンクラシオ・レバドゥーラ(Pancracio Levadura:レバドゥーラはスペイン語でイーストのこと)と名乗っている。 |
7 | ভেসপায় চড়ে মাস্ক পরে চলাফেরা করেন তিনি। | しかしわかりやすくスーパー・パンと呼ばれることが多い。 |
8 | সেনাল রেডিও কলম্বিয়ার তথ্যমতে, তিনি প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকালে গৃহহীন ক্ষুধার্ত মানুষের মাঝে ৫০ পিস রুটি এবং ৫০ বোতল জুস বিলি করেন। | セニャルラジオコロンビアによると、月曜日と水曜日、金曜日の朝、この独創的な慈善家は、ホームレスの人々にパンとジュースをそれぞれ50個ずつ配るという。 |
9 | সুপার হিরো নিজের আসল পরিচয় দিতে অনীহা প্রকাশ করেছেন। | マスク裏の男は本名の公表を拒んでいるが、フェイスブックページを公開している。 |
10 | তবে তিনি ফেসবুকে সক্রিয়। | そこで彼は次のように コメントしている。 |
11 | তিনি সেখানে লিখেছেন: | パンを愛するみなさん、おはようございます! |
12 | শুভ সকাল, রুটি প্রেমীরা! | […] 皆さんから300通以上ものメッセージを頂いているので、すぐにお返事できず、申し訳ありません! |
13 | […] আমি ঠিকঠাকমতো আপনাদের প্রশ্নে উত্তর দিতে না পারায় দু:খিত। | 皆さん口々に、僕に「神の恵みを」と言ってくださっているのがわかります。 |
14 | আমি ইতোমধ্যে ৩০০'র বেশি বার্তা পেয়েছি। | それから、まるでイーストのように寄付の輪がどんどん膨らんでいることを知り、とても嬉しく思っています。 |
15 | আপনাদের আর্শীবাদ সম্পর্কে আমি অবহিত আছি। | 神と対話し、神のご意志やその他全てのものを尊敬しましょう! |
16 | আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এতে অংশ নিতে চেয়েছেন। | そうすれば、すべてがうまくいきます。 |
17 | আপনাদের অংশগ্রহণ একে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। | 皆さんに僕から祝福を、そして大きなハグを送ります! |
18 | সবকিছুই মহান ঈশ্বরের কৃপায় হয়েছে। | […] 数々の美しい言葉をいただきありがとう…皆さんのことが大好きですよ! |
19 | সবকিছু ভালোর জন্য পরিবর্তন হবে। | 彼の努力は多くのメディアの注目を集めてきている。 |
20 | আমি সবাইকে আমার তরফ থেকে সুভাশীষ জানাচ্ছি। | 日曜発行の雑誌エル・フレンテでは次のように報じている。 |
21 | সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। | この仮面のスーパーヒーローは、慈善活動によってブカラマンガの人々の真のお手本となってきた。 |
22 | আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো। | 人々は彼に近寄り援助を申し出たり、感謝の気持ちを伝えたりする機会を逃さない。 |
23 | দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের জন্য তার এই প্রচেষ্টা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে। | それこそが、スーパーパンとしてよく知られているパンクラシオ・レバドゥーラの最終目標だ。 |
24 | দ্য সানডে সাময়িকী লিখেছে: | […] スーパーパンはマントを身に着けていても、空を飛べない。 |
25 | বুকারামাঙ্গার মানুষের জন্য সুপার হিরোর জনকল্যাণমূলক কাজ সবার কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। | だから彼は自分のバイクを交通手段とし、神が彼を導く場所ならどこへでも出向き、サンタンデールの県都ブカラマンガにいる最も貧しい者たちの元へパンとコーヒーを届ける。 |
26 | অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে সহযোগিতা করতে চেয়েছেন, যা সুপার প্যানের উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে। | この動画から、スーパーパンの活動を見ることができる。 |
27 | […] সুপার প্যানের ঢিলেঢালা জামা থাকলেও তিনি উড়ে চলেন না। | Vanguardia投稿のYouTube動画より。 |
28 | তিনি মোটরসাইকেলে চড়ে সব জায়গায় যান। | Twitterでは人々が#SuperPanのハッシュタグを用いて、その努力に賞賛を称えている。 |
29 | ক্ষুধার্ত মানুষের মাঝে রুটি বিলি করেন। | 本物のスーパーヒーローがいる。 |
30 | কখনো কখনো কফিও দেন। | それがスーパーパンだ。 |
31 | নিচের ভিডিও-তে সুপার প্যানের কার্যক্রম দেখা যাবে। | 私たち皆が見習わなければならないお手本である。 |
32 | সংবাদ ওয়েবসাইট ভ্যানগুয়ার্দিয়া ইউটিউবের ফুটেজ নিয়ে প্রতিবদেনটি করেছে: | 小さな行動が大きな変化を成し遂げるんだ。 |
33 | টুইটারে সুপার হিরোর ভক্তরা #সুপারপ্যান হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে: | 素晴らしい。 |
34 | বাস্তবের সুপার হিরো #সুপারপ্যান। | あなたはスーパーヒーローにしかできないような仕事をしている。 |
35 | দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য তার এই কার্যক্রমকে সবার উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিত। | とても広い心の持ち主ね。 |
36 | ছোট ছোট উদ্যোগ বড়ো পরিবর্তন আনতে পারে। অভিনন্দন! | たくさんの人が スーパーパンのように善行をするようになればと願うよ。 |
37 | আপনি যা করছেন, তা সুপার হিরোদেরই কাজ। | まさにコロンビアが必要としている人だ。 |
38 | আপনি খুব দয়ালু লোক। | 私の称賛と敬意のすべてを捧げるよ。 |
39 | #সুপারপ্যান | 今の気持ち。 |
40 | আমি আশা করি, আরো অনেকেই #সুপারপ্যানের মতো কাজ করবে। | それはスーパーパンのロールケーキになりたいわ。 |
41 | আপনার মতো এমন দয়ালু লোক কলম্বিয়ার আরো দরকার। | スーパーパンに感化されてマントと仮面を身につける人は他にも出てくるだろうか? |
42 | আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে। | @MegaJexuxは問う。 |
43 | আপনার প্রতি শ্রদ্ধায় মন ভরে গেছে। | スーパーパンの天敵は誰か? |
44 | স্ট্যাটাস: #সুপারপ্যানের সুইস রোল হতে চাই। | 皆は誰だと思う? |
45 | @মেগাজেসাক্স বিস্ময়ের সাথে জানতে চেয়েছেন, সুপার প্যানের আলখাল্লা আর মাস্ক সবাইকে অনুপ্রাণিত করবে কি না? #সুপারপ্যান, আপনার প্রধান শত্রু কে হবে? | 校正:Yoshika Nomura、Yuko Aoyagi |
46 | আপনার কি মনে হয়? | |