# | ben | jpn |
---|
1 | কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনা | アニメのキャラクター「ミーナ」、南アジアで男女差別に変化をもたらす |
2 | মীনার কমিক বইয়ের কভার পাতা। | ミーナの本の表紙の絵。 |
3 | ছবি ইউনিসেফের সৌজন্যে | ユニセフの厚意により掲載。 |
4 | আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ। | ほんの20年前、南アジアの国々では多くの女性たちが低い地位に置かれていた。 農村部の女の子たちはその多くが勉強させてもらえなかった。 |
5 | তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না। | 女の子は成長するとすぐに嫁にやってしまうのがお決まりなのだから、勉強など何の役に立つのか? |
6 | সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার। | 男の子たちは家で最も良い食べ物を与えられ、女の子たちには残り物が与えられた。 |
7 | অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। | しかし、この差別的な考え方は大きく変化した。 |
8 | মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো। | その貢献の一端を担ったのがあるキャラクター[en]だ。 |
9 | কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে। | 架空のキャラクターであるミーナ[en]は、南アジアの同名の子供向けテレビ番組の主人公である。 |
10 | এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে। | 国連児童基金(ユニセフ)[en]がプロモーションして、ミーナとミーナの番組はこの地域で非常に有名になった。 |
11 | সেই কার্টুন চরিত্রের নাম মীনা। এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র। | ユニセフは、マスコミュニケーションプロジェクトとしてMeena Communication Initiative (MCI)[en]を開発し、南アジアの女の子の生存、保護、成長発達を妨げている認識や態度を変えることを目指した。 |
12 | ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। | 最初にミーナが紹介された国[en]はバングラデシュだった。 |
13 | বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়। | 1993年、バングラデシュ国営テレビ(BTV)で学校に行こうと頑張るミーナの話が放送された。 |
14 | এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু। | ミーナ以外にも、弟のラジュとペットでオウムのミトゥも登場する。 |
15 | মীনা কার্টুনের মূল চরিত্র মীনা। | こちらはミーナです。 |
16 | ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে। | Wikimediaから引用。 |
17 | প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব। | ユニセフ[en]の2007年のレポートによると、 |
18 | সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে। | 14年前に生み出されたときから、ミーナは何百万人もの女性や女の子たちに頑張ればできることを示し続けてきた。 |
19 | মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়। | ミーナが届け続けてきたさまざまな問題についてのメッセージは非常に広範囲にいきわたり、いじめの問題の解決から、HIV/エイズの偏見に疑問を投げかけたり、女の子のスポーツをする権利を訴えるまでに及ぶ。 |
20 | ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। | ミーナの話はとても面白く楽しいが、その核心部には、南アジアの女の子たちの日常の現実が映し出されている。 ミーナは、児童婚の廃止、持参金の慣習の廃止というメッセージを広め、衛生的なトイレの使用や女の子の就学、女の子と男の子の平等、家庭内労働に従事している子供の教育を受ける権利を促進しようと訴えてきた。 |
21 | একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে। | ミーナの番組は、活躍する機会を平等に与えられれば女の子も社会に貢献できる潜在性を強く訴えている。 アニメの女の子が広げたメッセージが、これほどまでに力を与え、根本的な社会の変化を進められたのはどうしてだろう? |
22 | দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন: | 主婦のNaznin Rahmanはプロトム・アロ紙[bn]にこう言った。 |
23 | আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন। | 私の母のZohra Begumは、上二人の兄の時には持参金を受け取りました。 |
24 | তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি। | 当時はミーナは放送されていませんでした。 |
25 | তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল। | ミーナを見始めてからは、母は特に女の子に対して特別な共感を持つようになりました。 下の兄が結婚した時、私たちは母がミーナからどれだけ影響を受けているか気付きました。 |
26 | তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত। | 母は持参金を全く受け取らなかったのです。 Shuvo Ankur[bn]はミーナが引き起こしたポジティブな変化について、BDNews24.comの子供向けページで次のように書いた。 |
27 | আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি। | ミーナは最初から人気を博した。 変化はすぐに目に見えた。 |
28 | ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও: | 以前、農村部では、女の子は学校を退学し、家の仕事をさせられるのが落ちだった。 |
29 | প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা। | しかし、ミーナの番組が放送された後は状況が変わった。 |
30 | এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন। | テレビでは、最初はミーナも学校に行かせてもらえなかった。 |
31 | আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো। | しかし、自分自身を大きく変え、学校へ行くことを許してもらった。 |
32 | মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন। | ミーナは機知に富み、頭も良かったので、数を数えられるようになり、そのほかの基本的な知識も学び、父親を詐欺から救うまでになった。 |
33 | কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না। | また、飼っている牛を泥棒から救った。 |
34 | কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়। | ミーナの頭のよさは評判になり、南アジアの国々における女の子に対する軽視はゆっくりと消え始めた。 |
35 | এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে। | Sohanur Rahman[bn]はアニメ番組には多くの学ぶべき点があるとKishorbartaに書いている。 |
36 | সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে। | […] 私たちはミーナから多くのことを学んできた。 1990年代から今日まで、ミーナはスターになり、私たちの社会で特別なキャラクターになった。 |
37 | আবার বাড়ির গরু চুরি ঠেকায়। | ミーナはラジオでも放送されている。 |
38 | এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে। | ミーナの声を担当している24歳のFarzana Islam Tithiはデイリー・スター紙[en]にこう言った。 |
39 | সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন: | 誰もが子供のころからミーナが大好きで、年齢に関係なく熱心にアニメを見ています。 |
40 | […] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। | 私もよく見ていました。 |
41 | সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে। | おそらく、ミーナの声はその時から私の心に焼き付いていて、その感覚がミーナの声の吹き込みの時に役立っていると信じています。 TwitterユーザーのBengalithings[en]はミーナをロールモデルとして見ている。 |
42 | টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল: | 正直、アニメのミーナは私の子供のころのロールモデルの一人でした。 #nosarcasm #truth #bengali |
43 | সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল। | ユニセフバングラデシュ事務所のTwitterアカウント(@UNICEFBD)は次のように書いている。 |
44 | ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। | アニメのキャラクターであるミーナは、子供の生活に影響を与え続け、社会が持つ否定的なステレオタイプを払拭し続けている… http://t.co/h5mbXHr64Y |
45 | অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে। | バングラデシュでは毎年10月24日を「ミーナの日[en]」とし、子供の学校入学率を100%にするための社会喚起を推進し、退学を回避し、そして、適切な教育の保証を促している。 |
46 | প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে। মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে। | 報告[bn] (訳注:3月23日現在、リンク先は閲覧できない状態になっている)によると、ミーナは南アジア地域以外でも人気になっており、アラビア語、ビルマ語、中国語など、30以上の言語に吹き替えられている。 |
47 | আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে। | ここ[en]から無料で配布されているミーナの本をダウンロードできる。 |
48 | মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে। | 校正: Rie Tamaki |