# | ben | jpn |
---|
1 | “চীনা নিউইয়র্ক টাইমস?” ধনকুবের চেন গুয়াংবায়োর স্বপ্নকে স্বাগতম | 「中国紙ニューヨーク・タイムズ」? |
2 | চেন গুয়াংবায়ো একজন চাইনিজ কোটিপতি। দান কার্যের জন্য চমকপ্রদ ঘটনা ঘটানো তাঁর পছন্দ। | 中国富豪、陳光標氏の夢へようこそ |
3 | নিউইয়র্ক টাইমস পত্রিকাটি সারা পৃথিবীতেই খুব পরিচিত। এই নামী দামী পত্রিকাটি বিক্রয়ের উর্ধ্বে প্রকাশকের এমন মন্তব্য সত্ত্বেও গত ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে চেন দাবি করেছেন, নুতন বছর উদযাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় দ্যা নিউইয়র্ক টাইমস পত্রিকাটি তিনি কিনে নেওয়ার পরিকল্পনা করেছেন। | 2013年12月31日、中国の富豪で派手な慈善活動でも知られる陳光標氏[en]が、1月初めにも訪米し、ニューヨーク・タイムズを買収することを検討していると語った。 |
4 | চাইনিজ ট্যাবলয়েড দ্যা গ্লোবাল টাইমসে এই ধনী ব্যবসায়ী লিখেছেন, তাঁর সারা জীবনের সঞ্চয় খরচ করে হলেও তিনি দ্যা নিউইয়র্ক টাইমস কিনেতে আগ্রহী। | これに対し、ニューヨーク・タイムズのオーナーは売却を否定した。 |
5 | একবার এই অর্জন সম্পূর্ণ হওয়ার পর, পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা এবং বস্তুনিষ্ঠতা বাড়িয়ে তিনি এটির সংস্কার করতে চান। | 大富豪の陳氏は、中国共産党機関紙の環球時報にこう寄稿した[zh]。 |
6 | অতীতে জনসম্মুখে ঘটানো তাঁর খামখেয়ালী আচরণের কয়েকটি এখানে উল্লেখ করা হল। | ニューヨーク・タイムズの買収に全財産を投げ打つこともいとわない。 |
7 | যেমন, বেইজিং শহরের একটি রাস্তায় তিনি ১০০ ইয়ুয়ান (১৬ মার্কিন ডলারের সমপরিমাণ) করে পেপার বিল বিতরণ করেছেন। দিয়াইয়ু দ্বীপ কেনার জন্য অনলাইনে ক্যানভর্তি বাতাস বিক্রি করেছেন। | 買収が完了し次第、同紙の報道の信憑性と客観性を高める改革を実施する、と。 |
8 | তাই বেশীরভাগ চীনা নাগরিক এই খবরটিকে একই ধরণের আরেকটি কাজ হিসেবেই দেখছেন। কার্টুনিস্ট ডিএসএক্স বিশাল মিডিয়া কর্পোরেশনকে করতলগত করতে চেন গুয়াংবায়োরের প্রচেষ্টার একটি ব্যঙ্গচিত্র এঁকেছেন। | 彼はこれまで北京の街頭で100元紙幣(約16USドル)を配布したり、釣魚島(日本名:尖閣諸島)の領有権取得を目的に空気の缶詰のネット販売をしてきた。 |
9 | এমনকি এটি প্রমাণিত হয়ে গেছে যে চেন এই বিষয়ে একটি সফল চুক্তি করার মতো ততোটা ধনী নন। | それらの派手なパフォーマンスもあって、ほとんどの中国人はこの報道を同様のものとして考えている。 |
10 | সাম্প্রতিক সময়ে চেনের সম্পদের মূল্য এক শত কোটি ইয়ুয়ান (১৬ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য)। | 漫画家D.S.Xによる風刺画「陳光標氏が企てる巨大メディア企業買収」 |
11 | সেখানে দ্যা নিউইয়র্ক টামস পত্রিকার বর্তমান বাজার মূল্য ২. | 実際、陳氏の資産では買収成功には遠く及ばないと明らかになった。 |
12 | ৪ বিলিয়ন মার্কিন ডলার। আর্থিক প্রশ্নের মুখোমুখি করা হলে, চেন তাঁর বৈশিষ্ট্যসূচক পাগলাটে ভঙ্গিতে বলেছেন, এই পত্রিকাটি কেনার মতো যথেষ্ট পরিমান অর্থ যদি তাঁর না থাকতো তবে তিনি একটি পেজ [চৈনিক ভাষায়] কিনে নিতেন। | 現在、陳氏の総資産は10億元(約1億6000万USドル)とされ、一方、ニューヨーク・タイムズの時価総額は24億USドル[en]だ。 |
13 | সে পেজের শীর্ষে তিনি শিরোনাম লিখতেন “চীনা নিউইয়র্ক টাইমস”। | 資金調達の問題が持ち上がると、陳氏はいつもの風変わりな調子でこう答えた。 |
14 | দেশে ফিরে চীনের ওয়েব ব্যবহারকারীরা চেনের এই বিরাট পদক্ষেপ নিয়ে হাসিঠাট্টা করেছেন। | もし新聞を買うお金がなくても、「中国紙ニューヨーク・タイムズ」というバナーを載せる一面は買える[zh]だろう。 |
15 | এর পরিবর্তে তারা তাকে দ্যা পিপলস ডেইলি অথবা গ্লোবাল টাইমসের মতো স্থানীয় পত্রিকা কেনার পরামর্শ দিয়েছেন। | 中国本国では、中国人ウェブユーザーたちが、陳氏の世間の目を集める言動をからかい、人民日報や環球時報のような中国紙を代わりに買収するよう提案した。 |
16 | চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট সিনা ওয়েইবোতে একজন শিল্পী, সিলিং বেন লক্ষ্য করেছেন, চীনের হঠাত ধনী বনে যাওয়াদের বদ অভ্যাসের একটি আদর্শস্বরূপ উদাহরণ হচ্ছেন চেনঃ | 中国で人気のミニブログサイト、Sina Weibo(新浪微博)上で、芸術家のSiling Benは、陳氏が中国の新興成金の不品行の典型例だと指摘した[zh]。 |
17 | চেন গুয়াংবায়ো ব্যাপক একটি উত্তেজনা সৃষ্টি করেছেন এবং এমন দৃষ্টিনন্দন ভঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, যা তাঁর একটি বৈশিষ্ট্যসূচক আচরণ। | 陳光標氏は大騒ぎし、飛行機で米国へ飛んだ。 人目を引くそのような行動はいかにも彼らしい。 |
18 | নুতন বছরে এটি তাঁর একটি কৌতুক মাত্র। | ただの新年のジョークだ。 |
19 | দ্যা নিউইয়র্ক টাইমস এই গুজব নিয়ে কোন মন্তব্য করেনি। | ニューヨーク・タイムズはこの噂にコメントしなかった。 |
20 | এই আচরণ তাঁর মুখে একটি চড় বসিয়ে দেয়ার মতই। | これは彼にとっては侮辱のようなものだ。 |
21 | যখন একটি দেশ কিছু মৌলিক বিষয়ে বিশ্বের সাথে দর কষাকষি করতে এবং দেশটির জনগণের মাঝে কোন মানবিক বিষয়কে সংশ্লিষ্ট করতে পারে না, তখন দেশটি কতোটা ধনী অথবা খুনি গুণ্ডাদের বা রাজবংশীয় ব্যক্তিবর্গের মতো বিত্তবানদের কাজে কিছু যায় আসে না। | 基本的価値観すら世界と調和をとれず、国民に人道的配慮の意識を持たせられない国家では、その国がいかに裕福であっても、金持ちは悪党のように振る舞ったり、王族のような態度を取ったりして、世界の舞台の人々から尊敬されることはない。 |
22 | ওয়েইবো ব্যবহারকারী “বড় ভল্লুক” আরো সংযত কন্ঠে একই যুক্তি উপস্থাপন করেছেঃ | Weibo(微博)ユーザーのBig Bearは、より穏やかな口調で同様の発言をした[zh]。 |
23 | চেন গুয়াংবায়ো অনেক পরহিতকর কাজ করেছেন। | 陳光標氏が取り組んできた数多くの慈善活動には敬意を表す。 |
24 | তাঁর এই কাজগুলো বেশ সম্মানজনক। | しかし、気前のよさでは彼の無知を包み隠せない。 |
25 | কিন্তু তাঁর বদান্যতা, তাঁর অজ্ঞতাকে ঢেকে দিতে পারেননি। | アメリカの自由への信念なくしてニューヨーク・タイムズたりうるのか? |
26 | আমেরিকার স্বাধীনতার প্রতি বিশ্বাস ছাড়া দ্যা নিউইয়র্ক টাইমস কি আজকের দ্যা নিউইয়র্ক টাইমস হয়ে উঠতে পারে? | 上海在住のWeiboユーザーChen Jinguoは、陳光標氏とニューヨーク・タイムズのオーナー間の話し合いを想像してリブログした[zh]。 |
27 | সাংঘাই ভিত্তিক ওয়েইবো ব্যবহারকারী চেন জিঙ্গুও, চেন গুয়াংবায়ো এবং দ্যা নিউইয়র্ক টাইমসের মালিকের মাঝে একটি কাল্পনিক কথোপকথন পুনরায় পোস্ট করেছেনঃ | 陳光標氏がニューヨークに到着したところから話は始まる。 |
28 | নিউইয়র্ক শহরে চেন গুয়াংবায়োর আগমনের সাথে সাথে গল্পটি শুরু হয়েছে। | ニューヨーク・タイムズのオーナーと陳氏との間で交渉が開始された。 |
29 | দ্যা নিউইয়র্ক টাইমসের মালিক এবং চেনের মাঝে সমঝোতা আলোচনাটি এভাবে শুরু হয়েছে। | Q:「主たる事業は何ですか?」 |
30 | প্রশ্নঃ “আপনি প্রধানত কিসের ব্যবসা করেন?” | A:「リサイクル事業です。 |
31 | উত্তরঃ “আমি মূলত কপার, লৌহ এবং পুনরায় ব্যবহার উপযোগী যেকোন কিছু পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করে থাকি।” | 銅、鉄、紙を含め、再利用可能なものなら何でもです」 Q:「ニューヨーク・タイムズ買収の目的は?」 |
32 | প্রশ্নঃ “আপনি দ্যা নিউইয়র্ক টাইমস কেন কিনে নিতে চান?” | A:「新聞もリサイクルします!」 |
33 | উত্তরঃ “আমি কাগজও পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করে থাকি!” | 映画評論家のZhou Liming[zh]は、陳氏に代わりにホワイトハウスの購入を提案した。 |
34 | চলচ্চিত্র সমালোচক ঝৌ লিমিং বরং নিউইয়র্ক টাইমসের পরিবর্তে চেনকে হোয়াইট হাউজ কেনার পরামর্শ দিয়েছেনঃ | 陳氏は代わりにホワイトハウスを購入すればいいのに。 |
35 | আমি ভাবছি, তাঁর পরিবর্তে ভাই বায়ো হোয়াইট হাউজ কিনে নিন। | ホワイトハウスなら、自分のスタッフを入口に座らせてチケットを販売し、費用を賄うことができる。 |
36 | এরপর তিনি টিকিট বিক্রি করার জন্য তাঁর লোকেদের বাড়িটির প্রবেশ পথে বসিয়ে দিতে পারবেন, যেন বাড়িটি কেনার খরচ পুষিয়ে নেয়া যায়। | ニューヨーク・タイムズの買収なんて、つまらない話さ。 |
37 | দ্যা নিউইয়র্ক টাইমস কেনার চুক্তিটি খুব বেশী সামান্য হয়ে যায়। | 校正:Rie Tamaki |