Sentence alignment for gv-ben-20080125-595.xml (html) - gv-jpn-20080126-219.xml (html)

#benjpn
1আফঘানিস্তান: ব্লগের লেখা বিতরনের জন্যে মৃত্যুদন্ডアフガニスタン:ブログ記事配布に死刑判決
2আফঘান একদল বিপ্লবী ব্লগার কতৃক প্রতিষ্ঠিত এসোসিয়েশন অফ ব্লগ রাইটার্স (আফঘান পেনলগ) সাইয়েদ পারভেজ কামবাখস নামের একজন তরুন সাংবাদিককে আদালত কর্তৃক মৃত্যুদন্ডে দন্ডিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি জাহান-ই-নও নামক সাপ্তাহিকের একজন সাংবাদিক এবং বল্খ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র।アフガニスタンの活動家ブロガーグループによって立ち上げられたコミュニティーThe Afghan Association Blog Writers(Afghan Penlog)は、地方裁判所により死刑判決を受けた青年ジャーナリストサイード・パルウィズ・カムバクシュ(Sayed Parwiz Kambakhsh)について深い懸念を表している。
3আফঘান পেনলগ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রচার মাধ্যম অনুযায়ী পারভেজ কামবাখস গত অক্টোবরের ২৭ তারিখে আফঘান কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন।彼はJahan-e Naw(新世界)の記者で、バルフ大学でジャーナリズムを学ぶ学生だ。
4তার প্রতি অভিযোগ ছিল এক ইরানী ওয়েবলগে প্রকাশিত একটি আর্টিকেল ডাউনলোড করে বন্ধুদের কাছে বিতরন করা।Afghan Penlogや国際メディアによると、パルウェズ ・カムバクシュは、イランのブログで見付けた記事をダウンロードし友人に配布したとして、2007年10月27日に当局に拘束された。
5এই আর্টিকেলটিতে নারী অধিকার, কোরান এবং মহানবী (সা:) এর কথা লেখা ছিল।記事には、女性の権利、コーラン、予言者ムハンマドについて書かれていた。
6উত্তর আফঘানিস্তানের মাজার-ই-শরীফের এক স্থানীয় কোর্ট তার প্রতি ব্লাসফেমীর (ইশ্বর নিন্দা) অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।アフガニスタン北部のマザリ・シャリフの地方裁判所は、冒とくの罪で彼に死刑を言い渡した。
7আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে যে “বিচারকার্য অতি দ্রুত সমাধা করা হয়েছে এবং সংবিধান কর্তৃক নিশ্চিত বাকস্বাধীনতা রক্ষায় কোন আমল দেয়া হয়নি”। ইন্ডেক্স অন সেন্সরশীপ বলছে:国際的メディア監視組織「国境なき記者団」は、この裁判は「憲法で守られている自由表現や法律を考慮せずに、性急に行われた」と述べている。
8অতি রক্ষণশীল আফঘান মোল্লারা যারা কম্পিউটার এবং ইন্টারনেট কোনদিন ব্যবহার করেনি, বিশ্বাস করেছে যে কামবাখস নিজেই ওই লেখাটি লিখেছে এবং তাই তাকে ব্লাসফেমীর অভিযোগে অভিযুক্ত করেছে।Index on Censorship は、こう書いている:
9যেহেতু ইন্টারনেট থেকে অনৈসলামিক লেখা ডাউনলোড করার কোন শাস্তি আইনে বলা নাই , প্রাথমিক আদালত মোল্লাদের এ ব্যাপারে মতামত দিতে বলেছিল।非常に保守的なアフガン聖職者たちは、そのほとんどがコンピュータやインターネットなど使ったことがなく、カムバクシュ自身がその記事を書いたと思っていたために彼を冒とくの罪に処した。
10রক্ষণশীল মোল্লারা, যারা এর তদন্তে সম্পৃক্ত ছিলনা, তার মৃত্যুদন্ড চেয়েছে।インターネットからの「非イスラム的」記事ダウンロードについては明白な刑罰がないため、控訴裁判所は聖職者に意見を求めた。
11সাংবাদিকের ভাই হয়ত তাদের লক্ষ্য保守的な聖職者は、事実を調査することなく、死刑を要求した。
12সিএনএন এর ভাষ্য মতে অনেকে বিশ্বাস করে কামবাখস হয়ত গ্রেফতার হয়েছিলেন তার ভাইয়ের লেখা কিছু আর্টিকেলের জন্যে, যাতে প্রদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল।ジャーナリストの兄弟が標的か CNNによると、カムバクシュが逮捕されたのは、実は彼の兄弟が書いた県当局者を批判する記事のためだったと多数の人びとが考えている。
13তার ভাই, সৈয়দ ইয়াকুব ইব্রাহিমী, অনেক মানবাধিকার সংক্রান্ত লেখা লিখেছেন।サイード・ヤクブ・イブラヒムは、人権についの詳しい多数の記事を書いている。
14আফঘান পেনলগ গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে আফঘান কর্তৃপক্ষ মূল ঘটনা ধামাচাপা দিতে চাইছে “…আফঘান সংস্কৃতি মন্ত্রনালয় আজ বিকেলে একটি চিঠি দিয়েছে যেখানে তারা বলেছে পারভেজ কামবাখস সাংবাদিক ছিলনা এবং তার মামলাটির সাথে প্রচার মাধ্যমের কোন সম্পর্ক নেই।Afghan Penlogは昨日、アフガン当局はこの問題から逃げていると非難しする声明を発表した:「…アフガンの情報文化省は今日午後、パルウィズ・カムバクシュはジャーナリストではなく、彼のケースはメディアとは関係は一切ない。」
15” আফঘান পেনলগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অতি সত্বর পারভেজ কামবাখস এর মুক্তি দাবী করছে।Afghan Penlogは、深く憂慮しており、パルウィズ・カムバクシュの即時釈放を求めている。