# | ben | jpn |
---|
1 | ক্যাম্বোডিয়াঃ দেশের বন রক্ষার জন্য অবতার শোভাযাত্রা | カンボジア:森林を守れと、「アバター」集会 |
2 | অবতার নামক চলচ্চিত্রের না'ভি উপজাতিদের মত পোশাকে সজ্জিত হয়ে, ক্যাম্বোডিয়ার গ্রামবাসীরা, প্রে লাং নামক বনভূমি চাষাবাদ এবং খনির জন্য পরিষ্কার করার প্রতিবাদে অংশ নিয়েছে। | この記事の原文は、2011年9月8日に掲載されました。 2009年に製作されたSF映画「アバター」に登場するナヴィ族に扮(ふん)したカンボジアの村人たちが、 プレイ・ラング森林の伐採計画に反対する集会を開いた。 |
3 | প্রে লং হচ্ছে দেশটির “প্রাথমিক নিম্ন অঞ্চলের সর্ববৃহৎ শুকনো সবুজ চিরহরিৎ বন। | この計画は、大農園および鉱業を設立すために、プレイ・ラング森林を伐採するというものである。 |
4 | ক্যাম্বোডিয়া এবং ইন্দোচীন উপত্যকায় এখনো যা অবশিষ্ট রয়েছে। | プレイ・ラング森林は、「カンボジア国内ではもちろんインドシナ半島の中でも、現存する低地乾燥常緑原生林としては、最大規模のものである」 |
5 | যৌক্তিক ভাবে বলা যায় প্রে লাং ক্যাম্বোডিয়ায় সবচেয়ে বিশাল আদি এক বনভূমি, যা এখনো অক্ষত রয়েছে। | プレイ・ラング森林は、カンボジアに残っている先住民族の土地内で最大規模の原生林といえる。 |
6 | এটা মেকং এবং স্টুনাং সেন নামক দুই নদীর মাঝখানে অবস্থিত, ক্যাম্বোডিয়ার চারটি প্রদেশ জুড এই বনভুমি বিস্তৃত (পেরাহ বিহার, কাম্পং থম, ক্রাটিয়ে এবং স্টুং ট্রেং প্রদেশ জুড়ে)। | この森林は、メコン川とストゥンセン川に挟まれた地域に位置し、プレアヴィヒア、コンポントム、クラチェ、およびストゥントレンの4州にまたがっている。 |
7 | প্রায় ২০০,০০০ জন মানুষ, যাদের মধ্যে বেশীর ভাগই কোই আদিবাসী জনগোষ্ঠীর, তারা বনের কাছে ছড়িয়ে থাকা ৬ টি জেলায় বাস করে। | プレイ・ラング森林を取り囲む6つの区域の339の村に約20万人が住んでいる。 |
8 | বৃহত্তর প্রে লাং এলাকায় সব মিলিয়ে প্রায় ৩৫০,০০০ জন লোক বাস করে। | その住民のほとんどが、クーイ族と呼ばれる少数民族である。 |
9 | এই প্রচারণায় আরো বেশি সমর্থনের জন্য, অবতার প্রতিবাদ, সাইবার জগতের সর্বোচ্চ ব্যবহার করেছে। | なお、プレイ・ラング広域圏内になると、35万人もが住んでいる。 |
10 | এই প্রচারণা বন রক্ষার জন্য কেবল অনলাইনে দরখাস্ত প্রদান করেনি, তার সাথে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রচারপত্র বিতরণের মত বিষয়গুলোর তাজা সংবাদ জনসম্মুখে তুলে ধরার জন্য তারা একটি,ব্লগ তৈরি করেছে। | "プレイラング森林の保護を願う「プレイ・ラング(Pray Lang)のための長い祈り(Prey Long)」の式典 写真は、http://ourpreylang.wordpress.com/のご厚意により掲載しました。 |
11 | প্রে লাং নেটওয়ার্ক-এর পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থা গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, প্রে লাং নামক বনভূমি ধ্বংস হয়ে গেলে যারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে। | 「アバター」運動の抗議者たちは、彼らの運動へより多くの支持を得ようと、インターネットを最大限に利用してきた。 プレイ・ラング森林の保存をうったえてインターネット上で署名運動をするだけでなく、祈りの式典やパンフレットの配布など、彼らの活動に関する最新情報を公開するためにブログを立ち上げた。 |
12 | প্রে লাং থেকে মিনহা নেই: “এই শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে আমি আশা করব যে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বনটিকে রক্ষা করতে পারব এবং প্রচার মাধ্যম এবং জনতাকে জানতে পারব যে, বন সেই সব মানুষদের জন্য কতটা গুরুত্বপুর্ণ, যারা এই বনে বাস করে এবং আরো বিশেষ করে পরিবেশের জন্য।.” | プレイ・ラング森林が破壊された場合、最も被害を受けるのは村民たちである。 カンボジア人権センターは、プレイ・ラング・ネットワークに代わって行った報道発表の中で、彼ら村民の意見を下記のように掲げている。 |
13 | পহক হং, আদিবাসী কোই জনগোষ্ঠীর একজনঃ যদি আমি প্রে লাং হারিয়ে ফেলি, আমি আমার জীবনকে হারিয়ে ফেলব, প্রতিদিন আমি প্রে লাং হারানোর আশঙ্কায় শঙ্কিত। | プレイ・ラング出身のMinh Ny :「この穏健な運動により、次の世代のためにプレイ・ラング森林を残したいと願っています。 |
14 | আমি উদ্বিগ্ন যে জমির দলাল এবং কোম্পানীর এসব ধ্বংস করে ফেলবে এবং আমি আমার জীবন ধারণের উপায় হারিয়ে ফেলব। | また、この森に住む住民の生活にとって、この森林が重要なものであるということをメディアも一般大衆も認識するようになってもらいたいと思っています。 |
15 | যদি আমরা প্রে লাং হারিয়ে ফেলি তাহলে আমরা বনটাকে হারিয়ে ফেলব,, আমরা ওষুধি গাছের চিকিৎস পদ্ধতি হারিয়ে ফেলব। | さらに広い意味では、この森は環境にとっても重要なものだということも認識してもらいたいと願っています。 |
16 | এই ঘটনায় বন্য পশু এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য চলে এসেছে তা ধ্বংস হয়ে যাবে। | プレイ・ラング森林に住む少数民族クーイ族のPhok Hong:「プレイ・ラング森林を失うのは命を失うのと同じことです。 |
17 | আজ আমি বিশ্বের জন্য প্রার্থনা করব, তারা যে প্রে লাং -এর গুরুত্ব অনুভব করেছে তার প্রশংসা করে এবং আমাদের সাহায্য করার জন্য এবং এই দ্বন্দ্বের সমাপ্তির জন্য।” | プレイ・ラング森林がなくなることを毎日心配しています。 土地の仲介業者や企業がプレイ・ラング森林を破壊し、そのため私の生活の術が無くなってしまうのではないかと心配しています。 |
18 | সেনাং সোকেহং হচ্ছেন কমিউনিটি পিস বিল্ডিং নেটওয়ার্কের একজন প্রতিনিধি “এই ঘটনার প্রভাব হবে অভূতপূর্ব এবং এটি যে প্রে লাং-এর জন্য কতটা হুমকি স্বরূপ তা এখনো পুরোমাত্রায় বোঝা যাচ্ছে না। | プレイ・ラング森林が無くなれば、私たちは森林も生薬も野生生物も失ってしまうのです。 もっと重大なことは、祖先から何世代にもわたって受け継いできた、我々部族固有の伝統を失ってしまうということです。 |
19 | ভূমি নিয়ে সকল সংঘর্ষ তাদের জীবন হরণ করে যাদের জীবন প্রাকৃতিক সম্পদের ধ্বংসের ঘটনায় প্রভাবিত হয় এবং তা বনভূমি এলাকা পরিবেশগত পরিবর্তন ঘটায়, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে। | 今日、私は世界中の人がプレイ・ラング森林の重要性を認め、この対立を収束させるよう私たちに力を貸してくれるよう祈っています」 コミュニティー平和構築ネットワークの代表、Seng Sokheng :「今回の我々の行動の規模は、これまでにない大規模なものです。 |
20 | ভুমির বিষয়ে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্প্রদায় সমূহকে এক হতে দেখে দারুণ লাগছে এবং বিশেষ করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।” | しかし、それでも、プレイ・ラング森林の危機の重大性を十分に反映したものとはいえません。 |
21 | প্রে লাং অবতার | 土地紛争というものはどれも生活を破壊するものですが、中でも天然資源や森林の破壊に関わる土地紛争は環境の変化をもたらし、その影響は何世代にも及ぶでしょう。 |
22 | এখানে যে সব প্রতিবাদ অনুষ্ঠিত হয় সে গুলো সাধারণ শান্তিপূর্ণ হয়ে থাকে কিন্তু সম্প্রতি প্রে লাং অবতার বিষয়ক যে কার্যক্রম তার সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রার্থনা এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অর্ন্তভুক্ত ছিল, যে কার্যক্রমে নম পেনের স্থানীয় কর্তৃপক্ষ বাঁধা প্রদান করেছে। | 土地を巡る不正や、特に、天然資源の管理をめぐる不正にたいして、地域が一体となって立ち向かっていくのは素晴らしいことです」 プレイ・ラング アバターPrey Lang Avatar |
23 | প্রায় ১০০ জনের বেশী বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। | プレイ・ラング森林をめぐる反対運動は、概して穏やかに推移してきたが、最近の仏教徒による祈祷の儀式やパンフレットの配布など、「アバター」型プレイ・ラング森林保護運動に対し、プノンペン市当局は妨害を加えた。 |
24 | তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। | 100人以上の活動家が短期間ではあるが拘束され尋問を受け、その後釈放された。 |
25 | গ্রেফতারেরছবি এবং ভিডিও ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার পোর্টাল, সিথিতে দেখতে পাবেন। | その時の逮捕の状況を写した写真やビデオは、カンボジアの人権ポータルサイト、Sithiで閲覧可能である。 |
26 | প্রে লাং-এর উপর একটি তথ্য চিত্র তৈরি করা হয়েছে, যার নাম “ এক বনভূমি, এক ভবিষ্যৎ (ওয়ান ফরেস্ট, ওয়ান ফিউচার)”, এটি তৈরি করেছে জোসেলিল এবং বেন পেড্রিক। | プレイ・ラング森林に関するドキュメンタリー「一つの森林、一つの未来(One Forest,One Future)」は、ジョセリンとベンのペデリック兄妹により製作された。 |
27 | এই প্রে লাং এলাকায় বসবাসকারী আদিবাসীদের লড়াইয়ে যারা তাদের সমর্থন করে, তাদের ক্যাম্বোডিয় সরকারের কাছে লিখতে উৎসাহ জানানো হচ্ছে। | プレイ・ラング森林の先住民コミュニティーで生活する人々の闘争を支持する人たちは、カンボジア政府へ嘆願書を書くよう推奨されている。 下記は、フン・セン首相宛て嘆願書見本からの抜粋である。 |
28 | নীচে প্রধানমন্ত্রী হুনসেনকে উদ্দেশ্য করে লেখা এক নমুনা চিঠির সারংশ রয়েছে। | 親愛なるフン・セン首相閣下 |
29 | প্রিয় প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন, | 閣下の持てる力のすべてをプレイ・ラング森林の保護のために注いでいただきますようお願い申し上げます。 |
30 | আমি প্রে লাং নামক বনভূমি রক্ষার জন্য আপনার ক্ষমতার সবটুকু ব্যবহারের অনুরোধ জানাচ্ছি, যে বনভূমি ক্যাম্বোডিয়া জনগণের, দক্ষিণপূর্ব এশিয়া, এবং বিশ্বের গুরুত্বপুর্ণ সম্পদ। | プレイ・ラング森林は、カンボジア国民にとっても、東南アジアの人々にとっても、また、世界全体の人々にとっても重要な資源なのです。 |
31 | আমি আপনাকে নীচের কার্যক্রমসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি: | 下記の行動をとっていただきますようお願い申し上げます。 |
32 | - বৃহত্তর প্রে লাং এলাকায় যে সমস্ত বৃক্ষ নিধন এবং খনি অনুসন্ধানের কাজ চলছে, সে সব বাতিল করা। | -プレイ・ラング広域圏における伐採権および採掘権を停止してください。 |
33 | - প্রে লাং এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তার নিরাপত্তা বিধান করা | -プレイ・ラング森林を保護区に認定してください。 |
34 | - বনভূমির যে সমস্ত এলাকার গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, সেখানে বৃক্ষ রোপণ করা | また、保護を強化してください。 -すでに伐採してしまった森林の区域を再植林してください。 |
35 | - প্রে লাং কমিউনিটি নেটওয়ার্ক-এর সাথে মিলিত ভাবে গ্রহণযোগ্য ভাবে বনের সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা | -プレイ・ラング・コミュニティー・ネットワークと協力し持続的に森林を管理することを約束してください。 |