# | ben | jpn |
---|
1 | আরব বিশ্ব: বিপ্লবের সময়সূচি | アラブ世界:革命のタイムテーブル |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | この記事はエジプト反政府デモ(2011/01)特集の一部です。 |
3 | সুদান, সিরিয়া, আলজেরিয়া লিবিয়া এবং মরক্কোতে সম্ভাব্য বিপ্লবের বিষয়টি চিন্তা করে অনলাইনে আরব বিশ্বের বিপ্লবের সময়সূচি ঘোষনা করা হয়েছে। | アラブ世界での革命のタイムテーブルがオンライン上で広まっている。 スーダン、シリア、アルジェリア、リビアそしてモロッコに革命が起こるであろう日にちが広まっているのだ。 |
4 | তারিখগুলো হলো, ক্রমান্বয়ে ৩ জানুয়ারি (ইতোমধ্যেই সুদানি ছাত্ররা খার্তুমের রাজপথে মিছিল করেছে), ৫ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ১৩ মার্চ। | 日付はそれぞれ1月30日(スーダンの学生はすでにKhartoumでデモ行進を行っている)、2月5日、2月12日、3月13日である。 |
5 | বাহরাইনের টুইটারে কানাঘুষা চলছে যে, ১৪ ফেব্রুয়ারি দিনটি হবে বাহরাইনের বিপ্লবের সম্ভাব্য দিবস। | バーレーンでは革命の日付が2月14日とささやかれており、ツイッター上の会話ではサウジアラビアや他のアラブ世界にも変化を促している。 |
6 | আর টুইটারের আলোচনা অনুযায়ী, সৌদী আরবসহ অন্যান্য আরব বিশ্বেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। | 人々を驚かせたチュニジアの革命以来、だれもが次のような疑問をもった。 |
7 | তিউনিশিয়ার পর অন্যান্য দেশে এভাবে স্বৈরশাসকদের পতন ঘটানো সম্ভব হবে কি না - এ প্রশ্ন অনেকের মনেই ছিল। | このように独裁者を追放することが他の国でも起こりえるのだろうか。 10日後、エジプト人が蜂起した。 |
8 | দশদিন পর মিশর জেগে উঠে, সেখানে বিক্ষোভকারীদের প্রথমে দাবি ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার, আর এখন তা হোসনি মুবারকের ত্রিশ বছরের শাসনের অবসানের দাবিতে পরিণত হয়েছে। | 初めは、経済的政治的改革を求め、今は30年間にわたって君臨してきた独裁者ホシ・ムバラクの辞任を求めている。 |
9 | টুইটারে প্রাপ্ত আলোচনায় যেমন পরিবর্তনের বিষয়ে অবিশ্বাস ছিল তেমনি পরিবর্তনের পক্ষে কেউ কেউ একাত্ম ছিল। | ツイッター上の反応もさまざまである。 |
10 | অনেকে আবার তাঁর দেশে এ রকম গণজাগরণের ঢেউ জাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। | ある人々は変化を完全に共有することは信じがたいといい、またある人々は革命の波が国中に波及することを願っている。 |
11 | আলোচনাটি ছিল আন্তর্জাতিক, এ ব্যাপারে সারা বিশ্ব থেকে টুইটার ব্যবহারকারীরা তাঁদের মতামত প্রদান করে। | ツイッターでのやりとりは国境を超えている、世界中のツイッターユーザーのなかから、いくつかのコメントをとりあげる。 |
12 | @ইউইলকি টুইট করেছে: | @ewilkeはつぶやいている。 |
13 | @ইউইলকি: সত্যি, বিপ্লবের উপর একটা সময়সূচি তৈরি করা হয়েছে!? | 「真面目な話、ツイッター上でタイムテーブル? |
14 | টুইটারে আরব বিশ্বের বিপ্লবের সময়সূচি:সুদান #জান৩০, সিরিয়া#ফেব০৫, আলজেরিয়া#ফেব১২, লিবিয়া#ফেব৩০# মরোক্কো#মার্চ১৩ | アラブ革命のタイムテーブル? スーダンが1月30日、シリアは2月5日、アルジェリアが2月12日、リビアが2月30日、モロッコが3月13日」 |
15 | @মার্টিনচুলোভ এর সাথে যোগ: | @martinchulovはこう付け加えている。 「革命活動家はツイッターを使ってエジプトの連鎖反応を並びたてている。 |
16 | @মার্টিনচুলোভ: অ্যাকটিভিস্টরা টুইটার ব্যবহার করে মিশর পরবর্তী ‘আরব বিপ্লবের সময়সূচি' দাঁড় করিয়েছেন এভাবে - ইয়েমেন ৩ ফেব্রুয়ারি, সিরিয়া ৫ ফেব্রুয়ারি, আলজেরিয়া ১২ ফেব্রুয়ারি, | イエメン2月3日、シリア2月5日、アルジェリア2月12日、これがアラブ革命のタイムテーブルだ」 そして、@kyaw_kt: はこう冗談を言う。 |
17 | @কাইওয়া_কেটি ঠাট্টা করে বলেন: | 「アラブ世界の革命のタイムテーブル? どれだけのやる気があるんだ!」 |
18 | @কাইওয়া কেটি “আরব বিপ্লবের সময়সূচি”? | Yvonne Ridleyは@yvonneridleyの言葉を借りて皮肉を言っている。 |
19 | কতই না উদ্দীপনামূলক! | 「タハリール広場の出来事をテレビで見たくないのはムバラクだけじゃない。、エジプトの革命のテレビ中継をみてほしくないのは他のアラブ世界の指導者みんなもおなじだよ」 |
20 | ইভোন রিডলি মন্তব্য করেছেন: | そして @hamish6PMも同調する |
21 | @ইভোনরিডলি: কেবল #মুবারক একমাত্র ব্যক্তি নয়, যে তাহরির স্কোয়ারে টিভি চ্যানেলের উপস্থিতি পছন্দ করে না, অন্য সকল আরব নেতারাও চায় না যে, তাদের জনগণ #মিশরের এই বিপ্লবের উপর চোখ রাখুক। | 「広場で何千もの人々が頭を地につけ自由を求めて祈っている光景より皮肉なアラブ革命の象徴が他にあるだろうか?」 しばらくして、革命を叫ぶ声がこだまし続ける。 |
22 | #ইজিপশিয়ান রেভোলিউশন | @lostronaut1はエジプト人のように歩きながら、 |
23 | এবং হামিশ৬পিএম একমত: | 「独裁者は去れ! |
24 | @হামিস৬পিএম: আরব বিপ্লবের আর কি কোনো উল্লেখযোগ্য প্রতীকের প্রয়োজন আছে, যখন স্বাধীনতা চত্তরে হাজারো মানুষের মাথা প্রার্থনায় নত ছিল? | エジプト革命、中国、サウジアラビア、クウェイト、イラク、アルジェリア、オマーン、リビア、イエメン、スーダンも同様だ」 |
25 | # মিশর#জান… | サウジアラビアの革命の日はまだ未定であるが、ツイッターではいろいろな憶測がとびかっている。 |
26 | ইতোমধ্যেই বিপ্লবের ঢাকের আওয়াজ এ অঞ্চলে ছাড়িয়ে পড়েছে: | @mkingscottはAhmedKhan01のつぶやきにこう答えている。 |
27 | @লোস্ট্রোনাট১: মিশরীয়দের অনুকরণে হাঁটতে শুরু করা--- স্বৈরশাসককে অবশ্যই যেতে হবে। | 「サウジアラビアの人々は、独裁政権が倒れてほしいと思っている。 |
28 | যদিও বিপ্লবের সময়সূচির ক্ষেত্রে সৌদি আরবে কোন তারিখ নির্ধারিত হয়নি, তবে টুইটার, এই বিষয়ের উপর আলোচনা ভরে আছে। | しかし、革命は簡単ではない。 |
29 | মেকিংস্কট: রিটুইট@আহমেদ খান০১ সৌদি আরব, আমি মনে করি- একসময় সেখানকার শাসকদেরও পতন হবে, আশা করি। | しかし、ここにも革命は起こるだろうな。」 |
30 | বিপ্লব কখনোই ততটা সুন্দর বা সহজ নয়, শীঘ্রই আমরা এখানেও একটা বিপ্লব দেখতে পাব। ;-) | @MedroはSagibbsVentCoのつぶやきにこう答える。 |
31 | @মেডোরস: আরটি@সাগিব্বাসভেন্টকো। | 「シリア、イランなどどこでもアメリカが絡んでると思う。 |
32 | আমি কল্পনা করছি যে যুক্তরাষ্ট্র নামক দেশটি সিরিয়া, ইরান, অথবা অন্য কোথাও এক বিপ্লব কামনা করছে। | 今は、イラク、サウジアラビアそして、他の場所も?」 |
33 | এখন ইরাক, সৌদি আরব, অথবা অন্য কোন স্থানে বিপ্লব ঘটতে যাচ্ছে? | @SaleemaGuはgoldenrox77のつぶやきにこう答える。 |
34 | @সালিমাগুল: @গোল্ডেনরক্স৭৭। | 「サウジアラビアで革命? |
35 | সৌদি আরবে বিপ্লব!! | おもしろいだろうな! |
36 | বিষয়টি ততটা মধুর হবে না! | パキスタンからサウジアラビアまで革命を起こそう! |
37 | আসুন আমরা পাকিস্তান থেকে সৌদি আরব পর্যন্ত #বিপ্লব কামনা করি। | 自由になろう!」 |
38 | আসুন আমরা নিজেরা মুক্ত হই#ইজিপ্ট | なかには難しい事実をみている人もいる。 |
39 | অন্যরা কঠোর বাস্তবতার দিকে নজর দিয়েছে: | @KidsHaveRights2は@Tharwacolamusの言葉を引用している。 |
40 | @কিডসহ্যাভরাইটস২: আরটি@থারওকলামস: আরব শাসকদের বয়স: সৌদি আরব ৮৭, মিশর ৮৩, কুয়েত ৮২, ইরাক ৭৮, আলজেরিয়া ৭৪, ওমান ৭১, লিবিয়া ৬৯, ইয়েমেন ৬৯, সুদান ৬৭#রেভলিউশন। | 「アラブ世界の指導者の年齢:サウジアラビア87、エジプト83、クウェイト82、イラク78、アルジェリア74、オマーン71、リビア69、イエメン69、スーダン67」 |
41 | বাহরাইন নিজেও বিপ্লবের এই মূল সময়সূচিতে অর্ন্তভুক্ত ছিল না। | バーレーンも当初のスケジュールには入っていなかったが #feb14がハッシュタグをつけ、ツイッター上で議論とコメントを巻き起こした。 |
42 | কিন্তু #ফেব১৪ নামক হ্যাশট্যাগ, টুইটারে নানা আলোচনা এবং মন্তব্য আকর্ষণ করেছে: | @TruthWitnessはこうつぶやく |
43 | @ট্রুথউইটনেস: ১৪ফেব্রুয়ারি ২০১১ #বাহরাইনের জন্য এক বিপজ্জনক দিন। | 「2011年2月14日はバーレーンでは怒りの日だ。 |
44 | #বিপ্লবকে শুরু হতে দিন http://www.youtube.com/watch? v=1zYw89v7g0U#মিশর#জান২৫ | 革命を起こそう! http://www.youtube.com/ 見たか?」 |
45 | এই সময়সূচি অনুসারে, বিপ্লবের পরবর্তী লক্ষ্য সিরিয়া। | スケジュール通りだと、シリアで次に大きな革命が起きるはずだが、わたしがシリアで話した人々はあまり乗り気ではない。 |
46 | কিন্তু সিরিয়ার নাগরিকদের সাথে যখন আমি কথা বলি, তখন তারা এটিকে নাকচ করে দেয়। | ここでシリアの人々の反応をあげてみる。 |
47 | এখানে সিরিয়া থেকে আসা কিছু প্রতিক্রিয়ার নির্বাচিত অংশ: | @sy0freeはこうつぶやく |
48 | @এসওয়াই০ফ্রি: সিরিয়ার শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। | 「シリアの都市はもっと安全だ。 |
49 | নিরাপত্তা চৌকিগুলোতে নিরাপত্তার রক্ষীর সংখ্যা দ্বিগুণ করে ফেলা হয়েছে। | 安全対策のために武装している人の数は倍になっている。 |
50 | তারা #ফেব০৫ এর জন্য তৈরি হচ্ছে। | 2月5日に備えている。」 |
51 | @হামাউই: #সিরিয়ার জনতা কি এখনই #ফেব০৫-এর জন্য তৈরি?? | @Hamawii pplへの返信 |
52 | আমি তেমনটাই আশা করি :s ==> http://on.fb.me/fRuGkC | 「シリアは2月5日の対策はできているか?? |
53 | ইতোমধ্যে, লিবিয়া,ইয়েমন এবং জর্ডানে অস্থিরতা ছড়িয়ে পড়ার সংবাদ আসতে শুরু করছ। | だといいなhttp://on.fb.me/fRuGkC |
54 | জর্ডানের বাদশাহ ইতোমধ্যে সে দেশে একজন নতুন প্রধান মন্ত্রী নিয়োগ করেছে। | しばらく、リビア、イエメン、ヨルダンでは不穏な報道が続いており、これらの国々では新しい首相が任命されたばかりだ。 |