# | ben | jpn |
---|
1 | দক্ষিণ কোরিয়ানরা ছাড়া সবাই ইউটিউবে দক্ষিণ কোরিয়ান টেলিভিশন দেখতে পান | YouTubeの韓国TVチャンネルから、韓国人はシャットアウト? |
2 | ইউটিউবে হোস্ট করা ভিডিও কন্টেন্টের উপর কোরিয়ান ব্যবহারকারীদের উদ্দেশে এমবিসি এর বিজ্ঞপ্তি। | MBCがYouTube上に公開している動画コンテンツについて、MBCから韓国内のユーザーへのお知らせ |
3 | দক্ষিণ কোরিয়ান প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্লক করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। | 韓国の主要なTVネットワーク各社は、自国内のインターネットユーザーを対象に、YouTubeで自社製コンテンツが視聴できないようにすることを決定。 |
4 | ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ইউটিউবে তাদের প্রচার সূচী আর দেখতে পাবেন না। মুলত বিজ্ঞাপন থেকে প্রাপ্ত লভ্যাংশ বাড়াতে ইউটিউব ছেড়ে তাঁরা এখন অন্যান্য অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। | そして、報じられたところによると、広告利益の配分増加を目的に、他のオンラインの動画投稿サイトへ移行することを決断した。 |
5 | সিদ্ধান্তটি অনেক কোরিয়ানকেই রাগিয়ে তুলছে। | この決断は多くの韓国人ユーザーを激怒させた。 |
6 | বিশেষকরে তারা যখন দেখছেন, নেটওয়ার্কগুলো তাদের প্রচার সূচী ইউটিউবে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রেখেছে। | その特に大きな理由は、韓国の主要TVネットワークが、海外のユーザーへは、依然としてYouTubeでコンテンツ提供を続ける予定だからである。 |
7 | ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শুরুতে এমবিসি, এসবিএস, টিভিএন এবং জেটিবিসি সহ বেশ কয়েকটি জনপ্রিয় সম্প্রচার এবং ক্যাবল নেটওয়ার্ক কোরিয়ান আইপি ঠিকানা ব্যবহারকারীদের প্রতিরোধ করতে শুরু করে। | 12月第1週の始めに、MBCとSBSとtvNそしてJTBCを含む、複数の大手放送局とケーブルネットワーク会社は、YouTube上にある各社の動画について、韓国のIPアドレスを持つユーザーの視聴をブロックし始めた。 |
8 | ইউটিউবে কোরিয়ান ব্যবহারকারীদের আইপি ঠিকানা দেখে দেখে তাদের ভিডিও দেখতে পাওয়া থেকে বিরত রাখা হচ্ছে। | メディア各社が伝えるところによると、その動向の裏にある動機はお金だろうということだ。 |
9 | বেশ কয়েকটি প্রচার মাধ্যম চ্যানেল জানিয়েছে যে এমন পদক্ষেপ গ্রহণের পেছনে অর্থ লাভ অন্যতম উদ্দেশ্য হিসেবে কাজ করছেঃ ইউটিউব নেটওয়ার্কগুলোকে অন্যান্যদের চেয়ে তুলনামূলকভাবে কম বিজ্ঞাপনের লভ্যাংশ (শতকরা ৫৫ ভাগের কাছাকাছি, কেউ কেউ দাবি করেছেন তা শতকরা ৪০ শতাংশ) প্রদান করে থাকে। | YouTubeからネットワーク各社にもたらされる広告利益の配分は比較的小さい (広告利益の約55%、他方で40%だと主張する人たちもいる) 。 |
10 | অন্যদিকে নাভের এবং দাউম কাকাও এর মতো কোরিয়ান পোর্টাল ওয়েবসাইটগুলো নেটওয়ার্কগুলোর সাথে এক ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে, যেখানে তারা আনুমানিক শতকরা ৯০ শতাংশ লভ্যাংশ পাবেন। গত জুন মাসে সাত কোরিয়ান সম্প্রচারকারী জোটভুক্ত হন। | 一方、NaverやDaum Kakaoのような韓国のポータルサイトは、ネットワーク各社と、広告利益の配分はおよそ90%とすることで合意に達している。 |
11 | জোটভুক্ত হওয়ার পর তাদের লভ্যাংশের পরিমাণ বাড়ানোর প্রচেষ্টা স্বরূপ ইউটিউবের সাথে ঐক্যমত্যে আসার জন্য আলোচনা করেন। | 昨年の6月には、7社の韓国放送局が提携を結び、各放送局の広告の利益配分を拡大するためYouTubeと交渉を行った。 |
12 | তবে তারা ইউটিউবের সাথে কোন রকম ঐক্যমত্যে পৌছাতে ব্যর্থ হয়েছেন। | しかし、合意を得るには至らなかった。 |
13 | নেটওয়ার্কগুলোর এমন সিদ্ধান্তের সমালোচনা করে কোরিয়ানরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। | 韓国の人たちは様々なソーシャルメディアサイトに殺到し、ネットワーク各社の決断に合理性がなく近視眼的であり、そして自国韓国の視聴者に対して差別的であるとして非難を浴びせた。 |
14 | তারা এ সিদ্ধান্তকে বিচারবুদ্ধিহীন, অদূরদর্শি এবং তাদের নিজ দেশের দর্শকদের প্রতি বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেছেন। | 国内の動画共有サイトは、YouTubeほどスムーズに動いてはくれないと多くの人が批判している。 |
15 | অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় ভিডিও প্ল্যাটফর্মগুলো ইউটিউবের মতো এতোটা দক্ষতার সাথে সম্প্রচার করতে পারে না। এ প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কয়েকটি বাড়তি সফটওয়্যার ইন্সটল করতে বাধ্য করে। | そしてスムーズな視聴をするには、視聴者は追加のソフトをインストールする必要に迫られ、そのゆえに彼らのコンピュータは将来のハッキング攻撃への脆弱性を抱えることになる。 |
16 | এ সফটওয়্যারগুলো তাদের কম্পিউটারকে ভবিষ্যৎ হ্যাকিং আক্রমনের (গ্লোবাল ভয়েসেসের পূর্ববর্তী কভারেজ, “সক্রিয় এক্সের সাথে কোরিয়ান ব্যবহারকারীদের দ্বন্দ্ব” পড়ুন) শিকার হওয়ার ক্ষেত্রে আরও বেশি অরক্ষিত করে তোলে। ব্যবহারকারিরার [কোরিয়ান] ইউটিউবে বিভিন্ন ভিডিও উপভোগ করেন। | (詳しくは、「韓国人ユーザーとActive Xの確執」についてのGlobal Voicesの記事をご覧ください) |
17 | কিন্তু কোরিয়ান টেলেভিশন নেটওয়ার্ক কোরিয়াতে ইউটিউব সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিদেশি ব্যবহারকারীরা ইউটিউবে দিব্যি তাদের প্রচার সূচী দেখতে পাচ্ছেন। এটা সত্যিই বেশ বিরক্তিকর। | YouTubeで動画を楽しんでいる韓国のユーザーの一人として言えば、韓国のTVネットワーク各社のコンテンツを視聴できる海外のユーザーがいる一方、国内でのみYouTubeのサービスを禁止した各社の決断は本当に腹立たしい。 |
18 | এটা কোরিয়ান দর্শকদের প্রতি এক ধরনের পরস্পর বিরোধী বৈষম্য। | 韓国の視聴者たちに対し逆差別となっている。 |
19 | এখন থেকে তারা নাভের ব্যবহার করবেন। তবে নাভেরের ভিডিও সেবা বেশ ধীর এবং এটির ভিডিও পরিচ্ছন্নতা আমাকে বেশ যন্ত্রণা দেয়। | 韓国の視聴者は、今後はNaverを使うようになるだろうが、Naverの動画サービスは動作が遅く、動画の解像度についてもイライラさせられる。 |
20 | উপরন্তু এটি আবার সক্রিয় এক্স এবং প্রচারিত আরও অনেক বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে। | さらに言えば、Active Xを多用している上にコマーシャルも多すぎることも不満の種だ。 |
21 | নেটওয়ার্কগুলো এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছে তাঁর মাঝে এটি সবচেয়ে খারাপ একটি সিদ্ধান্ত। | TVネットワーク各社は今までにない最悪の決断をした。 |
22 | নেটওয়ার্কগুলো কেন তাঁদের [কোরিয়ানদের জন্য] ইউটিউব সেবা বন্ধ করে দিয়েছে, তার উত্তর খুঁজতে গিয়ে আমি দেখেছি যে টেলিভিশন নেটওয়ার্কগুলো ইউটিউবের কাছ থেকে অপেক্ষাকৃত কম লভ্যাংশ পেয়ে থাকে। | TVネットワーク各社が韓国人に対するYouTubeサービスを停止した理由を探して、私が見つけたのは、各社がYouTubeで得ている広告利益は比較的少ないということだ。 |
23 | এই উন্মাদ লোকগুলো এত কিছুর পরেও কেবলমাত্র তাদের আন্তর্জাতিক দর্শকদের কথা চিন্তা করে শুধুমাত্র কোরিয়াতে তাদের সেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। | この金の亡者たちは、まだ海外の視聴者のことは気にしているくせに、韓国国内に限ってはそのサービスを停止する決定を下してしまった。 |
24 | আমি বলছি না যে ইউটিউব অথবা গুগল হচ্ছে আমাদের সকল সমস্যার একমাত্র সমাধান। | YouTubeやGoogleが完璧で何の問題もないというわけではないが、YouTubeでのサービスを停止したネットワーク各社の決断は間違いなく時代に逆行している。 |
25 | তবে নেটওয়ার্কের ইউটিউব সেবা বন্ধ করার সিদ্ধান্তটি একেবারেই আত্মঘাতী সিদ্ধান্ত। | 各社が、自社コンテンツを視聴できる独自の動画サイトを用意したならば、私も納得したかもしれない。 |
26 | তারা যদি তাদের প্রচারসূচী সম্প্রচার করতে তাদের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম চালু করতে পারতেন তবে আমি বুঝতাম। | もっと言えば、各社の今回の決断は、各社の今までの活動ともまったく一致していない。 |
27 | তাছাড়া তাদের আগের বিভিন্ন কার্যক্রমের সাথে এই সিদ্ধান্তটি একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। | 以前は、時々彼らが自社のアーカイブを自発的にアップロードしたりして、YouTubeを積極的に利用していた。 |
28 | তারা কখনও কখনও তাদের সংগৃহীত ভিডিও স্বপ্রণোদিত হয়ে আপলোড করেছেন। মাঝে মাঝে সক্রিয়ভাবে ইউটিউব ব্যবহার করেছেন। | [編集者からの補足:各局は自社の人気TVシリーズのほぼ全編をよくアップロードする] |
29 | [সম্পাদকের বাণীঃ কেন্দ্রগুলো প্রায়ই তাদের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের একেবারে পূর্ণ-দৈর্ঘ্য পর্বগুলো আপলোড করে থাকে।] | 私は韓国内でYouTubeのコンテンツを視聴するために、プロキシを使って視聴阻止の機能を迂回したが、もう本当にうんざりするほど待たされる。 |
30 | আমি অন্য উপায়ে দেখার চেষ্টা [কোরিয়াতে ইউটিউবে প্রচারসূচী দেখা] করি এবং এক পর্যায়ে ব্লক হবার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এটা এতোটাই ধীর যে তা অত্যন্ত যন্ত্রণা দায়ক। | 過去にもプロキシを使ったことあるが、その時は海外のコンテンツを見るためで、地元韓国のコンテンツを見るためじゃなかった。 |
31 | আগেও আমি প্রক্সি ওয়েবসাইট ব্যবহার করেছি। | 今の状況は完全にばかげている。 |
32 | তবে এইবার কেবল বিদেশি প্রচারসূচি দেখতে পেয়েছি, কোরিয়ান স্থানীয় প্রচারসূচী দেখতে পাইনি। এই পরিস্থিতি একেবারেই হাস্যকর। | 校正:Takako Nose |