Sentence alignment for gv-ben-20120215-22648.xml (html) - gv-jpn-20120223-11518.xml (html)

#benjpn
1আরব বিশ্বঃ শান্তিতে ঘুমাও হুইটনি হিউস্টনアラブ世界:追悼 ホイットニー・ヒューストン
2সুপারস্টার গায়িকা হুইটনি হিউস্টনের মৃত্যুতে বাকী বিশ্বের মত আরব বিশ্বের নাগরিকরাও শোকার্ত।世界中の多くの人々同様、アラブ諸国でも、スーパースター、ホイットニー・ヒューストンの死が偲ばれている。
3গায়িকা হুইটনি হিউস্টনকে বেভারলি হিল্টন হোটেলের একটি কামরায় মৃত অবস্থায় পাওয়া যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।ホイットニー(亨年48)は、ビバリー・ヒルトンホテルの部屋で死亡しているのを発見された。
4তাঁর এই মৃত্যুতে সামাজিক প্রচার মাধ্যম নানা ধরণের প্রতিক্রিয়ায় ভরে যায়, এর মধ্যে যেমন শোকের এবং হতবাক হয়ে যাবার মত বিষয় রয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হুইটনির মৃত্যু, ১১ মাস ধরে চলতে থাকা সিরিয়ার ঘটনায় নিহত হাজার হাজার মানুষের চেয়ে এত বেশী প্রচারণা লাভ করে।各種ソーシャルメディアにおける反応は、悲しみや衝撃に留まらず、ホイットニーの死が僅か数時間で、過去11ヶ月間に数千人のシリア人が死亡しているニュースよりも広範囲へ波及したことへの疑問にまで及んでいる。
5সংযুক্ত আরব আমিরাত-এর দুবাই থেকে অফিসিয়াল হার্ভ, ইউটিউবে এই ভিডিওটি উঠিয়ে দিয়েছে, যেটিতে দেখা যাচ্ছে যে দুবাইয়ের ঝর্ণাটি হুইটনি হিউস্টন এর আমি তোমাকে সব সময় ভালবেসে যাব-এর সুরে বাঁধা হয়েছে!アラブ首長国ドバイのOfficialHervがホイットニーの「I Will Always Love You!」
6গতকাল যখন এটিকে আপলোড করা হয়, তারপর থেকে এখন পর্যন্ত তা ১১৫,৬০০ বার দেখা হয়েছে:にあわせたドバイ・ファウンテンの噴水ショーの動画をYouTubeに投稿している。
7http://www.youtube.com/watch? v=xBquqHc_WHo動画は、投稿後1日たらずの間に115,600回も視聴されている。
8এবার টুইটারে ফিরে আসা যাক, মিশরের নাগরিক মারয়া জি এইচ, সিরিয়ার প্রতিদিনের গণহত্যার বিষয়টি সারা বিশ্বে যে ভাবে গ্রহণ করা হচ্ছে, সেটির সাথে হুইটনির মৃত্যুর তুলনা করে টুইট করেন:http://www.youtube.com/watch?
9@ মারওয়া জি এইচ:সকলেই শোকার্ত এবং হুইটনি হিউস্টন-এর মৃত্যুর বিষয়ে পোস্ট করছে?!v=xBquqHc_WHo
10#সিরিয়ায় প্রতিদিন প্রায় ১০০ জন ব্যক্তি মারা যাচ্ছে-তাতে কেউ খুব একটা দুঃখিত নয়।ツイッターでは、毎日シリアで大勢死んでいるというニュースの世界への発信と比べ、エジプト人のMarwa G Hがツイートをしている。
11হয়ত তারা গান গাইতে আরাম্ভ করবে। নিশা জান্দ, যে কিনা কায়রোয় বাস করে, সে এতে উত্তর প্রদান করেছে:@Marwa_G_H: どうして皆は、ホイットニーの死を悼む投稿をしているの?!
12@নিশাজান্দ:আপনাদের ধন্যবাদ!シリアでは毎日のように100人の死者が出ているのに、誰も悲しんでいない。
13হুইটনি হিউস্টন দুই দশক থেকে আত্মহত্যার মত এক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল, যা এখন শেষ হল!シリアの人々は歌い始めるべきなのかしら?
14এদিকে অন্যরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে। #সিরিয়াカイロのMisha Zandは、こう応えている。
15গায়িকা হুইটনি হিউস্টন ২০০৯ সালে গুড মর্নিং আমেরিকা নামক অনুষ্ঠানে গান গাইছে।@MishaZand:  ありがとう。
16ছবি ফ্লিকার ব্যবহারকারী এ্যাসটিক্স ৬১১-এর (সিসি বাই -এসএ ২.ホイットニー・ヒューストンはほぼ20年間ずっと、自滅の道を歩んできた。
17০) এবং ফায়াদ আল কাদি এর সাথে যোগ করেছে:シリアでは多くの人が生き残りをかけて闘っているというのに。
18@এফকায়দি: হয় আমরা বিশ্বকে সঠিক ভাবে আমাদের তথ্য উপস্থাপন করতে পারছি না, অথবা তা জানানোর ইচ্ছে কারো নেইঃ হুইটনি হিউস্টন-এর জন্য যেখানে লক্ষ লক্ষ শান্তিতে ঘুমাও নামক শোক বার্তা।2009年 グッド・モーニング・アメリカでパフォーマンスを披露するホイットニー・ヒューストン asterix611によりFlickrに投稿された画像(CC BY-SA 2.0)
19সেখানে #সিরিয়ার ১০০০ জন মানুষের জন্য সামান্য কয়েকটি শোক বার্তা আসে।Fadi Al Qadiは、こう付け加えている。
20সিরিয়ার নাগিক আমাল হানানো বিষয়টিকে এক ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখছেন।@fqadi:  世界に対してきちんと発信していなかったか、あるいは知らせたくないことだったのか。 何百万人がホイットニーへのRIPを表したけど、数千人の死に関心を寄せたのはわずかだったということ。
21তিনি হুইটনি হিউস্টনের একটি গানের কয়েকটি লাইন সবার সামনে তুলে ধরছেন:シリアのAmal Hananoは、違う視点からホイットニーの死をとらえ、ヒューストンの歌詞を引用している。
22@আমালহানানো: যাই হোক না কেন, তারা আমার কাছ থেকে যা কিছু নিয়ে যাক না কেন, তারা আমার মর্যাদা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।@AmalHanano:  “No matter what they take from me, they can't take away my dignity.”
23# হোমস, #সিরিয়া# ফেবারেটহুউটনিহিউস্টনসং।「たとえ私から何を奪ったとしても、誇りだけは決して奪うことはできないわ。」
24এদিকে ডালিয়া ইজ্জাত প্রশ্ন করেছে:一方、Dalia Ezzatは、疑問を感じている。
25@ডালিয়া ইজ্জাত_:টুইটারের সচেতনতার নীতির সাথে এর সম্পর্ক কি?@DaliaEzzat_:  Twitterでの道義心とか、秩序って何?
26জনতা সিরিয়া, গ্রীস অথবা হুইটনি হিউস্টন সম্বন্ধে টুইট করবে কি করবে না, এটা তাদের নিজেদের ব্যাপার।シリアについて、ギリシャについて、ホイットニー・ヒューストンについて、何をつぶやきたいかは、個人の自由でしょ。
27সবশেষে কাতারের কূটনীতিবিদ এইচ এল খালিফা আমাদের স্মরণ করিয়ে দেন:最後に、カタールの外交官、Nasser H AI Khalifaが気づかせてくれた。
28@নাসের ইবনে হামেদ :হুইটনি হিউস্টন আমাদের ছেড়ে চলে গেলেন এবং আমাদের প্রজন্মের কাছে তার যে স্মৃতি তাও চলে গেল।@NasserIbnHamad:  ホイットニー・ヒューストンは亡くなってしまったけれど、私たちの世代の記憶の中に生きつづける。 彼女の歌声からわかる。
29তাঁর এক অসাধারণ কন্ঠ এবং অনুভূতি ছিল, আপনি তাঁর গান শুনলেই তা বুঝতে পারবেন।ホイットニーは素晴らしい歌声と感性の持ち主だった。 校正 Izumi Mihashi