# | ben | jpn |
---|
1 | তাজিকিস্তানের জাতীয় পতাকার অপব্যবহার দেশটিতে উত্তেজনার সঞ্চার করেছে | タジキスタン:国旗の誤った使い方 |
2 | তাজিকিস্তানের পতাকার বিতর্কিত ছবি। | 話題になったタジキスタン国旗の写真。 |
3 | ছবি আহরুলো দাদাবয়েভের। | Ahrullo Dadaboevの写真を、許可の下で使用。 |
4 | অনুমতিক্রমে প্রকাশিত। | タジキスタン国旗が、にわか作りのちりとりとして地面に投げ捨てられている写真が、タジキスタンのソーシャルメディアのユーザーたちの間で波紋を呼んでいる。 |
5 | মাটিতে পড়ে থাকা এবং খানিকটা ভিন্নভাবে আবর্জনার পাত্র হিসেবে ব্যবহার করা তাজিকিস্তানের জাতীয় পতাকার ছবি দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। | この写真を撮りFacebook上に投稿した Ahrullo Dadaboevによると、北方にある街ホージェントの清掃人がこの国旗でごみを集めたようだ。 |
6 | আহরুলো দাদাবয়েভ, যিনি এই ছবি তুলেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন, তিনি জানান দেশটির উত্তরের শহর খুজন্দের এক রাস্তার ঝাড়ুদার ময়লা সংগ্রহের জন্য পতাকাটি ব্যবহার করে। | 多くのネット市民はこの写真に対し、国のシンボルをないがしろにする行為は、国旗への侮辱だと感じた。 |
7 | অনেক নেট নাগরিক যারা এই ছবিটি দেখেছে তারা জাতীয় পতাকার এই অপব্যবহারের অপমানিত বোধ করে। | この投稿に対し、Ruslan Ruslanはこのように反応した。[tj] |
8 | এই পোস্টের বিষয়ে তার প্রতিক্রিয়া প্রদর্শন করে রুসলান, রুসলান লিখেছে [তাজিক ভাষায়]: | みんながしなかった唯一のことと言えば、旗に排便しなかったことだね。 |
9 | ওহ, পতাকার উপর তারা কেবল [মলত্যাগ] করতে বাকি রেখেছে। | Ozod Orzuyevはこのように述べた。[tj] |
10 | ওজোদ ওরজুয়েভ বলছে [তাজিক]: | これにはがっかりさせられました。 |
11 | এটা খুবই দুঃখজনক, এটা সত্যি বেদনাদায়ক। | 嘆かわしいことです。 |
12 | কিন্তু আমারুলো ফাইজুল্লাজোদা পরামর্শ প্রদান করেছে [তাজিক ভাষায়] যে ব্যক্তি এই ছবিটি তুলেছে তার কেবল ক্যামেরা বাটন টেপা ছাড়া আরও কিছু করার ছিল: | しかしAmrullo Faizullozodaは、この写真を撮った人はカメラのシャッターボタンを押す以外にも何かすべきだったと提言した。 [tj] |
13 | একজন সত্যিকারের দেশপ্রেমিক এই পরিস্থিতিতে পতাকাটা মাটি থেকে তুলে নিত এবং তা পরিষ্কার করত, পতাকা, মাতৃভূমি, এবং জাতির প্রতি শ্রদ্ধা থেকে। | 本当の愛国者なら国旗、母国、そして国家に敬意を払い、地面から旗を持ちあげ、汚れを落としたはずだろう。 |
14 | এই ছবিটি টুইটারেও প্রদর্শিত হয়েছে, যেখানে মার্দিকর প্রশ্ন করেছে [তাজিক ভাষায়]: | この写真はTwitterでも話題になり、Mardikorはこのような疑問を挙げた。[tj] |
15 | এটা কি “আমাদের প্রিয় স্বদেশ” [ জাতীয় সঙ্গীতের একটি লাইন]? | これが「我らの愛する国」(国歌のフレーズ)なのか。 |
16 | এটা কি স্বদেশ প্রেম? | これが愛国心なのか。 |
17 | যদি জাতীয় পতাকা পায়ের তলে লুটায়, তাহলে কি জাতীর অবস্থান পায়ের তলে নয় কি? | 国旗が我々の足元にあるのならば、国家もまた足元にあると捉えられるのではないか。 |
18 | খায়রিকভ, যিনিও এই ছবিটি টুইটারে প্রদর্শন করেছে, তিনি লিখেছেন [তাজিক ভাষায়]: | TwitterでKhairkhohも画像をシェアし、次のように述べた。[tj] |
19 | হায়, আল্লাহ, ওহ… যদি আমরা আমাদের শ্রদ্ধা প্রদর্শন না করি, তাহলে কে আমাদের শ্রদ্ধা করবে??? | あららら…自分自身に敬意を示さないなら、誰が私たちを尊敬するの? |
20 | এবং বাচাই সাকো আরেকটি ঘটনা উল্লেখ করেছে [রুশ ভাষায়] যেখানে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার হয়নি: | Bachai Sakoは、国旗の別の不適切な使用例について触れた。[ru] |
21 | @মার্দিকর সম্প্রতি আমি আইয়ানিতে [উত্তর তাজিকিস্তানের এক বড় আকারের গ্রাম] একদল তরুণ ক্রীড়াবিদকে দেখেছি, যারা রাষ্ট্রপতির [রাষ্ট্রপতি ইমোমালি রাহমন] সাথে সাক্ষাতের পর বাড়তি যে সব জাতীয় পতাকা ছিল, তা দিয়ে হাফপ্যান্ট তৈরী করেছে। | @mardikor @mardikor アイニ(タジキスタンの北にある大きな村)の若いアスリートたちが、エモラリ・ラフモン大統領が訪問された後に、国旗から作られた短パンを穿いているのを見たことがある。 |
22 | তাজিকিস্তানের তেরঙা পতাকার জন্ম ১৯৯২ সালে। | まだ使えるものは無駄にすべきでないからね。 |
23 | এরপর কর্তৃপক্ষ দেশপ্রেমের আবেগ জোরালো করার জন্য সফলভাবে পতাকাকে জনপ্রিয় করতে সক্ষম হয়। | タジキスタンの三色旗は1992年に制定された。 |
24 | তাজিকিস্তান বিশ্বের সবচেয়ে উঁচু পতাকার নির্মাতা এবং দেশটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পতাকার রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেছে। | 当局は愛国心を高める働きの一環として、首尾よく国旗を世に広めた。 タジキスタンは世界一高い旗竿を誇りにし、世界一長い国旗の記録を打破しようとした。 |
25 | তবে, সাম্প্রতিক সময়ে দেশটির উল্লেখযোগ্য কয়েকজন ব্লগার দেশটির পরিবর্তিত চরিত্র আনুযায়ী দেশটির জাতীয় পতাকা এবং অন্য সব জাতীয় প্রতীক পরিবর্তনের পরামর্শ প্রদান করেছে। | しかし、このごろ数人のブロガーが、変わりつつある国の特徴に合わせて、国旗や国のシンボルを変えた方が良いと提案している。 校正:Masato Kaneko |