Sentence alignment for gv-ben-20120905-30178.xml (html) - gv-jpn-20130602-21961.xml (html)

#benjpn
1ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জエクアドル、WikiLeaksの創設者ジュリアン・アサンジの亡命を認める
2অনেক প্রত্যাশার পরে ইকুয়েডর ঘোষণা করেছে যে তারা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করবে।エクアドルは、期待が高まっていたWikiLeaksの創設者ジュリアン・アサンジの政治亡命を認めると発表した。
3১৬ই আগস্ট, ২০১২ তারিখ ইকুয়েডরের স্থানীয় সময় দুপুর ১টা এবং লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় ইকুয়েডরীয় পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো এই ঘোষণা দেন।2012年8月16日エクアドル現地時間午前7時、ロンドン現地時間午後1時、エクアドルのリカルド・パティニョ外相が声明を出した。
4এসাঞ্জের জন্যে ন্যায়বিচার যেমন ব্যাখ্যা করেছে:Justice for Assangeにはこう記されている。
5বর্তমানে অ্যাসাঞ্জ ইকুয়েডরীয় দূতাবাসের সুরক্ষার অধীনে রয়েছেন।アサンジは現在エクアドル大使館において保護されている。
6উইকিলিকসে তার কাজের মাধ্যমে জনস্বার্থে সত্য তথ্য প্রকাশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে নিগ্রহ, নির্যাতন বা মৃত্যুর একটি সুপ্রতিষ্ঠিত আশংকায় তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।アメリカに彼が引き渡された場合、 迫害や拷問あるいは死刑を受ける、根拠の確かな懸念から亡命を申請している。 これは彼のWikiLeaksにおける働きで、一般の人々の関心を呼ぶ真実を公開したためだ。
7নাগরিক সাংবাদিক জেমস আলবারি (@আলবারিজে) লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বাইরে থেকে সরাসরি-ঘটনাপ্রবাহ জানাচ্ছেন।市民ジャーナリストのJames Albury (@alburyj)が、ロンドンにあるエクアドル大使館前からライブストリーミングしている。
8টুইটার অ্যাকাউন্ট অ্যাসাঞ্জের জন্যে ন্যায়বিচার (@সুইডেনবনামঅ্যাসাঞ্জ) লিখেছে:Justice for Assange (@swedenvsassange)のツイッターにはこう投稿された。
9@সুইডেনবনামএসাঞ্জ: ১কোটি ৩০লক্ষ লোকের লাতিন আমেরিকার একটি দেশে সমগ্র বিশ্বের জনগণের জানার অধিকার সুরক্ষার একটি সিদ্ধান্ত নিয়েছে।@swedenvsassange: 1,300万人を有するラテンアメリカの一国家は、世界中の人々の知る権利を守ることを決意した。 #assange
10#অ্যাসাঞ্জロンドンのエクアドル大使館前の報道陣。
11১৬ই আগস্ট, ২০১২ তারিখে লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বিপরীত দাঁড়িয়ে থাকা গণমাধ্যম।See Liによって撮影、著作権はDemotix。
12ছবি সি লি, কপি স্বত্ত্ব ডেমোটিক্স।  (2012年8月16日)
13ঘোষণাটির অব্যবহিত পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তর (@বৈদেশিকদপ্তর) :イギリス外務英連邦省 (@foreignoffice)はこの発表を受け直ちに反応した。
14@বৈদেশিকদপ্তর: জুলিয়ান #অ্যাসাঞ্জকে #ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে - আমরা ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে হতাশ।@foreignoffice : 我々はエクアドルがジュリアン・アサンジの政治亡命を認めるとする、エクアドルの外相の発表に大変失望している。 #Assange
15@বৈদেশিকদপ্তর: যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জনাব অ্যাসাঞ্জের আবেদনের সমস্ত সুযোগ শেষ হওয়ায় আমাদের আইন অনুসারে (আমরা) তাকে সুইডেনে প্রত্যাবাসিত করতে বাধ্য@foreignoffice: わが国の法の下、アサンジ氏を上訴するための方策が尽きた以上、イギリス当局はスウェーデンに同氏の身柄を引き渡す義務がある。 @foreignoffice:我々はその義務を果たす。
16@বৈদেশিকদপ্তর: আমরা সেই বাধ্যবাধকতা পালন করবো।本日午後のエクアドル政府の決定によってこのことが変更されることはない。 #Assange
17ইকুয়েডরীয় সরকারের আজ বিকেলের সিদ্ধান্তটি সেটার কোন পরিবর্তন ঘটাবে না।@foreignoffice: 我々は、逃亡犯罪人引渡法に則り我々の義務をしようと、依然交渉による解決に専心している。
18#অ্যাসাঞ্জ#Assange
19@বৈদেশিকদপ্তর: প্রত্যাবাসন আইনের বাধ্যবাধকতা পালনের সুযোগ দেয় এমন একটি সমঝোতামূলক সমাধানের জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।これらのツイートに対し、WikiLeaks (@wikileaks)はこう綴った。 @wikileaks : もちろんそれはただの欺まんだ。
20#অ্যাসাঞ্জイギリスは亡命と亡命者の権利、そしてそれに関する国連の他協定を認める義務がある。
21এই সব টুইটের জবাবে উইকিলিকস (@উইকিলিকস) লিখেছে:エクアドルを含む世界中のネチズンは、イギリスからエクアドルへ書簡が届いた昨日8月15日からこの問題を議論している。
22@উইকিলিকস: অবশ্যই এটা একটা চালাকি মাত্র।BBCが報道したように、パティニョ外相は水曜日こう語った。「
23যুক্তরাজ্যের জাতিসংঘের শরণার্থী (রাজনৈতিক আশ্রয়) অর্থাৎ উদ্বাস্তু অধিকার এবং এর অন্যান্য চুক্তি স্বীকারের একটি আবশ্যিক বাধ্যবাধকতা রয়েছে।本日イギリスから脅迫状が送られてきた。 脅迫状には、もし我々がジュリアン・アサンジを引き渡さなければ、ロンドンにあるエクアドル大使館を襲撃すると書かれていた」。
24গতকাল ১৫ই আগস্ট ইকুয়েডর যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর থেকে ইকুয়েডরসহ সারা বিশ্বের নেটনাগরিকরা বিষয়টি নিয়ে আলোচনা করছে।WikiLeaksはこの脅迫に対し 声明を投稿し、以下のように指摘した。
25বিবিসি রিপোর্ট অনুসারে পাতিনো বুধবার জানিয়েছেন: “আজকে আমরা যুক্তরাজ্যের কাছ থেকে লিখিত একটি প্রকাশ্য হুমকি পেয়েছি যে আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে তারা লন্ডনে আমাদের দূতাবাসে জোর করে ঢুকে পড়তে পারে।”大使館の尊厳に対するどの侵害も、一方的且つ恥ずべき行為であり、世界中にある大使館の保護するためのウィーン条約に抵触する。 この書簡がニュースになると、Jacob Appelbaum (@ioerror)はロンドンにいる人々に向かってアサンジをサポートするよう訴えかけた。
26উইকিলিকস এই হুমকিটির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে যে:@ioerror: ロンドンにいますか?
27দূতাবাসের পবিত্রতার বিরুদ্ধে অসদাচরণ একটি একতরফা ও লজ্জাজনক কর্ম এবং বিশ্বব্যাপী দূতাবাস সুরক্ষার ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।エクアドル大使館に行って、ジュリアン・アサンジとWikiLeaksをサポートして下さい。
28এই চিঠিটির খবর প্রকাশিত হওয়ার পরে জ্যাকব এপলবৌম (@আইওভুল) অ্যাসাঞ্জকে সমর্থনের জন্যে লন্ডনের জনগণের প্রতি আহবান জানান:そして、世界中の亡命希望者の権利を擁護して下さい。
29@আইওভুল: আপনি কী লন্ডনে আছেন?#wikileaks
30জুলিয়ান অ্যাসাঞ্জ, #উইকিলিকস এবং সর্বত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের অধিকার সমর্থন করার জন্যে ইকুয়েডরীয় দূতাবাসে চলে যান!一方、人権や外交政策を扱う作家兼アナリストのJosh Shahryar (@JShahryar)はこうツイートした。
31ইতোমধ্যে মানবাধিকার এবং পররাষ্ট্রনীতি বিষয়ক লেখক এবং বিশ্লেষক জশ শাহরিয়ার (@জেশাহরিয়ার) টুইট করেছেন:@JShahryar: ジュリアン・アサンジのファンではないが、エクアドル大使館を襲撃するというイギリスの脅しは筆舌に尽くしがたいほど恥ずかしく嫌悪感を与えるものであり、到底受け入れられるものではない。
32@জেশাহরিয়ার: জুলিয়ান #অ্যাসাঞ্জ এর ভক্ত নই, তবে লন্ডনে ইকুয়েডরীয় দূতাবাসে জোর করে ঢুকে পড়ার ব্রিটিশ হুমকি এমন লজ্জা এবং ন্যক্কারজনক যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।#Assange エクアドル大使館からもっと離れるよう指示する警察官。
33১৬ই আগস্ট, ২০১২ তারিখে একজন পুলিশ লোকটিকে ইকুয়েডরীয় দূতাবাস থেকে আরো দূরে সরে যেতে বলছে।See Liによる撮影。 著作権はDemotix。(
34ছবি সি লি, কপিস্বত্ত্ব ডেমোটিক্স।2012年8月16日)
35ইকুয়েডর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিবে একথা ঘোষণা করার পরে ইকুয়েডরের গুয়াকুইল থেকে ব্যবহারকারী @রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:エクアドル大使館がアサンジの亡命を認めたと発表した後、エクアドルのグアヤキル出身のユーザー @robertito1991 [es]はこう投稿した。 @robertito1991 [es]: エクアドルは世界で最も有名な国になった。
36@রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়]: ইকুয়েডর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনকে তাদের নিজস্ব কিছু ঔষধ প্রদানকারী বিশ্বের সবচেয়ে বিখ্যাত দেশ #এসিলোএসাঞ্জ @লেজিওনজেজে @এনোনোপশিসপ্যানোアメリカやイギリスのやり方で彼らに仕打ちをしてやったからね。 #AsiloAssange @LegionJJ @anonopshispano
37তবে সব ইকুয়েডরবাসী এই খবরে সন্তুষ্ট নয়।しかし、エクアドル人全員がこのニュースを喜んでいるわけではない。
38@জিয়ান্নিমক [স্প্যানিশ ভাষায়] এবং ফার কাসকান্তে (@ফারকাসকান্তে) [স্প্যানিশ ভাষায়] এর মতো কেউ কেউ আবার মিডিয়ার সঙ্গে রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়ার ঝঞ্ঝাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন:@GiannyMoc [es] やFer Cascante (@FerCascante@) [es]のように、ラファエル・コレア大統領とメディアとの不穏な関係を想起した人々もいる。
39@ফারকাসকান্তে [স্প্যানিশ ভাষায়]: খোদার দোহাই, আমরা কোন দেশে বসবাস করি?@FerCascante [es]: 冗談じゃない、我々はなんという国に暮らしているのだ?
40তারা #এসিলোঅ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তবে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না।エクアドルはアサンジの亡命を認めたが、報道の自由は重んじない。 何たる矛盾だ!
41কী রকম স্ববিরোধিতা এটা!#AsiloAssange
42এলিয়াস সুয়ারেজের মতো অনেকে (@স্ল্যাশজার) [স্প্যানিশ ভাষায়] সন্দিহান:他にも、Elías Suárez (@Slashzer) [es]のように懐疑的な人々もいる。
43@স্ল্যাশজার [স্প্যানিশ ভাষায়]: কোড়িয়া এমন কিছু চায় যা অ্যাসাঞ্জের কাছে আছে, এবিষয়ে কোন সন্দেহ নেই।@Slashzer [es]: コレア大統領はアサンジが握っている何かが欲しいんだ。 間違いない。
44অথচ ইকুয়েডরের কিউয়েন্সা এলাকার ডেভিড জিমেনেজ আবাদের (@ডেভিডজিমেনেজএ৯৩) [স্প্যানিশ ভাষায়] মতো অন্যরা উদযাপন করছে আর অভিবাদন জানাচ্ছে ইকুয়েডর সরকারকে:しかしエクアドルのクエンカ出身のDavid Jimenez Abad (@DavidJimenezA93) [es]のように、エクアドル政府を称賛し喜びを表す人もいる。
45@ডেভিডজিমেনেজএ৯৩ [স্প্যানিশ ভাষায়]: ভাল কথা যে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করে ইকুয়েডর অ্যাসাঞ্জ #এসিলোএসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে।@DavidJimenezA93 [es]: エクアドルが国際社会からの圧力に屈服せず、アサンジの亡命を認めたのは良かった。 #AsiloAssange
46নিরাপত্তা গবেষক দিলান বেরেসফোর্ড (@ডি১এন) উল্লেখ করেছেন যে এই মামলাটি এখনো শেষ হয়নি:安全保障研究者Dillan Beresford (@d1n)が指摘するように、この問題は終わっていない。
47@ডি১এন: এটা এখনো শেষ হয়নি।@d1n: まだ終わりじゃない。
48*উচিৎ* হলেও রাজনৈতিক আশ্রয় জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডরে নিরাপদ অনুপ্রবেশের নিশ্চয়তা দিবে না।ジュリアン・アサンジは、政治亡命によって保証“されるべき”エクアドルへの安全な道程を、保証されていない。
49সম্প্রতি দি গার্ডিয়ানের সরাসরি কাভারেজ উল্লেখ করেছে যে “সুইডেন অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রদান করাকে ‘অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে ইকুয়েডরের রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে।”つい先日、 Guardianは生中継で「スウェーデンは在ストックホルムエクアドル大使を召還し、アサンジの政治亡命許可は容認できないと伝えた」とリポートした。 校正:Takafumi Shinbo