Sentence alignment for gv-ben-20130904-38555.xml (html) - gv-jpn-20131030-25175.xml (html)

#benjpn
1ধুমপান মুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রচারাভিযানタバコのない東南アジアを目指して
2দক্ষিণ-পূর্ব এশিয়াতে তরুণদের ধূমপান করা থেকে নিরুৎসাহিত করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে।[特に断りのないリンク先は英語のページです] 東南アジアでは、若者の喫煙を阻止する運動がいくつかある。
3একটি নতুন প্রচারাভিযানে নেতৃত্ব প্রদানকারী গ্রুপগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ এশিয়া তামাক নিয়ন্ত্রণ জোট (এসইএটিসিএ)। এ গ্রুপটির মূল লক্ষ্যের মধ্যে আছে, এ অঞ্চলে “কার্যকরী তামাক নিয়ন্ত্রণ নীতির উন্নয়ন এবং প্রতিস্থাপন”।その中で、このキャンペーンを導いているグループは、東南アジアタバコ取締団体(SEATCA)であり、彼らの目的のひとつは、この地域における「有効なタバコ規制政策の発展および導入」を拡げることだ。
4এসইএটিসিএ তাঁদের ওয়েবসাইটে যেসব কর্মকান্ডের সম্পর্কে রিপোর্ট করেছে, আসুন সেগুলো পর্যালোচনা করি।SEATCAのサイトで伝えている活動をいくつか振り返ってみよう。
5এ মাসের শুরুতে থাইল্যান্ডের প্রায় ১৪০ জন শিক্ষার্থী এবং তরুণ ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের ব্যাংককে অবস্থিত দপ্তরের সামনে একটি প্রতিবাদ র‍্যালীতে অংশ নেয় এবং থাইল্যান্ড সরকারের বিরুদ্ধে এটি যে মামলা করেছে, তা তুলে নেয়ার দাবি জানায়।8月初旬、フィリップ モリス インターナショナルのバンコク事務所前で約140人のタイの若者や学生が集結して抗議し、タバコの包装の85%に画像による警告を要求する指示を公布したタイ政府に対して同社が起こした訴訟の撤回を要求した。
6এই থাইল্যান্ড সরকার সিগারেটের প্যাকেটে শতকরা ৮৫ ভাগ ছবিসহ সতর্কবাণী চেয়ে একটি আদেশ জারি করে।140人という抗議者の数は、タイでは1日あたり140人が喫煙により死亡していることを表している。
7থাইল্যান্ডে তামাক ব্যবহারের কারনে প্রতিদিন ১৪০ জন মারা যায়, যার স্মারক হিসেবে এতে ১৪০ জন প্রতিবাদকারী প্রতিবাদ জানায়।この問題に関してフィリップモリスに質問状を提出したグループもいくつかあった。
8বিষয়টি সম্পর্কে বেশ কয়েকটি গ্রুপ মিলে ফিলিপ মরিসের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও ইস্যু করেছেঃあなた方は自らに問う必要があるだろう。
9আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, যারা ইতোমধ্যে মারা গেছে বা অসুস্থ, সেসব গ্রাহকদের স্থলাভিষিক্ত করতে আরো শিশু এবং তরুণদের আকর্ষনের মাধ্যমে আপনার পণ্যটির বিক্রয়ের পরিমান বাড়াতে গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোকদ্দমাটি নথিভুক্ত করে আপনি থাই ঘরোয়া আইনসম্মত ব্যাপারকে উপেক্ষা করার চেষ্টা করছেন কিনা ?タイの国内法を破り、すでに病に冒されている人や亡くなった人の代わりに、次から次へと子供や若者を誘惑して、自社製品の売上を拡大する。 はたして、そのような活動は、論理にかなっているのか、と。
10থাই শিক্ষার্থীরা ধূমপান বিরোধী ব্যানার হাতে নিয়ে সতর্ক করছে।喫煙の危険性に対する警告を行うタイの学生たち 写真:ASH Thailandのフェイスブックより
11ছবিঃ অ্যাশ থাইল্যান্ডের ফেসবুক পাতা থেকে। ব্যাংককে ধূমপান বিরোধী আন্দোলন।バンコクにて反喫煙の抗議 写真:ASH Thailandのフェイスブックより
12ছবিঃ অ্যাশ ফেসবুকের পাতা থেকে一方ベトナムでは、政府がすでに画像による健康への害を警告することを義務づける法律を実行していることが、8月中旬に報告された。
13অতঃপর দুই সপ্তাহ আগে ভিয়েতনামে রিপোর্ট করা হয়েছে, সিগারেটের প্যাকেটে গ্রাফিক স্বাস্থ্য সতর্কবাণী সংযোজন বাধ্যতামূলক করে যে আইন করা হয়েছিল তা ইতোমধ্যে সরকার বাস্তবায়ন করা শুরু করেছে। ভিয়েতনামে গ্রাফিক স্বাস্থ্য সতর্কবাণী।ベトナムのタバコのパッケージに表示された画像による健康被害の警告 写真:Vinacosh/Ms.Doan Thu Huyen
14ছবীঃ ভিনাকশ/এমএস ডন ভিয়েতনামের একজন পপ সঙ্গীত শিল্পী জনাব ত্রিন থাং বিন ধুমপানের বিরুদ্ধে একটি গান তৈরি করেছেন, যার মিউজিক ভিডিও এটি।このミュージックビデオには、ベトナムのポップ歌手であり、喫煙反対の歌を作ったTrinh Thang Binh氏が特別出演している。
15কম্বোডিয়া রেড ক্রস ইয়ুথের সদস্যরা কম্বোডিয়াতে “বিক্রয় কেন্দ্রে ছোট ছোট পোস্টার লাগিয়ে তামাকের বিজ্ঞাপন এবং বিক্রয় বৃদ্ধিতে নিয়ম ভঙ্গ করা সম্পর্কে সিগারেটের খুচরা বিক্রেতাদের সতর্ক করতে”একটি প্রচারাভিযান শুরু করতে নগর কর্মকর্তাদের নিয়ে দল গঠন করেছে।カンボジアでは、カンボジア赤十字社のメンバーであるユースが市の職員と協力し、「タバコの広告と販売促進における違反について、販売店に小さなポスターを貼る、という方法でタバコ販売店に警告する」キャンペーンを始めた。
16…তরুণরা “তামাকের যেকোন ধরনের বিজ্ঞাপন সরকারের উপ-ডিক্রি লঙ্ঘন করে” এবং “সিগারেটের বিজ্ঞাপন না দেয়ার জন্য ধন্যবাদ” বার্তা সম্বলিত সাইনবোর্ড বহন করছিল।…ユースが持っていた看板は、「どんなやり方であれ、タバコの広告は政府の法規命令を犯しています」そして「タバコ広告の禁止にご協力を!」
17তরুণ স্বেচ্ছাসেবকেরা স্থানীয় কর্তৃপক্ষকে সাথে নিয়ে মুদির দোকান এবং রেস্তোরাঁগুলোতে সিগারেটের বিজ্ঞাপন দেয়া হচ্ছে কিনা, সে বিষয়ে তল্লাশি চালিয়েছে।というメッセージを伝えていた。 ボランティアのユースはその地域の議員らと歩き、雑貨店やレストランを回り、タバコの広告がないか調べた。
18যখনই কোন দোকান বা রেস্তোরাঁয় তাঁরা সিগারেটের বিজ্ঞাপন পেয়েছে তখনই তাঁরা সাইনবোর্ড হাতে সেগুলোর সামনে দাড়িয়ে পরেছে।タバコの広告を見つけると、ユースはその店やレストランの前に看板を掲げながら立った。
19আলবায়তে অবস্থিত লেগাজপি সিটিতে বিকল বিশ্ববিদ্যালয় মাঠে বিশ্বের সবচেয়ে বড় ধূমপান - নয় - এর মানব লোগো তৈরি করার প্রচেষ্টায় ফিলিপাইনে ১৪ হাজার লোক অংশগ্রহণ করেছে।フィリピンでは、アルバイ州レガスピ市にあるビコル大学のグランドにおいて、14,000人が、世界一大きな人間禁煙ロゴを形作る試みに参加した。
20অ্যালবেই তে মনুষ্য ধূমপান নয় লোগো। ছবিঃ ফিলিপিনস্টারフィリピンのアルバイ州での人間禁煙ロゴ 写真:@PhilippineStar
21জেসা আকুনা এই ঘটনাটিতে গর্ববোধ করছেনঃJessa Acunaはこのイベントを誇りにしている。
22এটি শুধুমাত্র একটি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা নয়, বরং বিভিন্ন রোগের সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারন হচ্ছে ধূমপান, যেটি সম্পর্কে ফিলিপাইনের অধিবাসীদের এবং বিশ্বজুড়ে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটি বিশাল পদক্ষেপ।これはギネス世界記録への挑戦だけでなく、より多くのフィリピン人や世界中の人々に、喫煙は最も回避可能な病気の原因であるということへの意識を向上させるための、大きな一歩です。
23মনোযোগ আকর্ষণ এবং দেশব্যাপী প্রচারের ফল স্বরূপ, কর্মকর্তারা আশা করছেন যে এটা প্রত্যেক ফিলিপাইন বাসীদের উপর ব্যাপক প্রভাব ফেলবে।このイベントに参加した自治体職員は、このイベントが注目を集め、国中で報道されることで、全てのフィリピン人に影響を与えることを願っているのよ。
24আমি একজন গর্বিত আলবায়ানো এবং এই প্রচারণা সমর্থনের জন্য এটি আমার নিজের সামান্যতম একটি উপায়।アルバイ州の人間であることを誇りに思います。 そしてこれは私個人の、このキャンペーンをサポートするささやかな手段です。
25এটাকে শুধুমাত্র একটি ঘটনা ভাববেন না, বরং এটি আমাদের জন্য একটি অনু স্মারক।このイベントをただのイベントにするのではなく、禁煙への象徴としましょう。
26দেশে ই-সিগারেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা উপলব্ধি করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পণ্যটির প্রচার বিপদ সম্পর্কে উপদেষ্টা নিয়োগ করেছে:国内で電子タバコ人口が増加していることを受け、食品医療品局(FDA)はその製品を勧める危険性に関する勧告を出した。 知ってか知らずか、子供や若者は電子タバコによって喫煙へと導かれてしまっているのだ。
27জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, ইলেক্ট্রনিক সিগারেট যুব এবং শিশুদের মধ্যে ধূমপান উৎসাহিত করে।電子タバコの使用により子供や若者が、喫煙の危険性や危ない事への恐れをあまり感じないようになっているのだ。
28এটি তাদের ধূমপানের বিপদ ও ঝুঁকি সম্পর্কে উদাসীন করে তোলে।それは保健省が目標としているタバコの不使用と禁煙に反している。
29এটা ধূমপান ও তামাক ব্যবহার বন্ধ করার জন্য স্বাস্থ্য বিভাগের লক্ষ্যের বিরোধী।国民には「完全」禁煙、そしてタバコ、葉巻、電子タバコの「完全」不使用を推奨している。
30জনগণকে সব সময় ধূমপান না করা এবং সিগারেট, সিগার বা ই-সিগারেট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।又、フィリピン医学会も、電子タバコ使用が及ぼす悪影響に対し警告した。
31এছাড়াও ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন ই-সিগারেট ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছে:…電子タバコの使用は、発案者や奨励者が主張するような「新しいライフスタイル」ではなく、実際には「とって代わった新しい悪」であり、一般国民、特に子供に教えるべきではない。
32… প্রবক্তারা এবং প্রবর্তকদের দাবী অনুযায়ী ই-সিগারেট একটি ‘বিকল্প লাইফস্টাইল' নয়।若者はこれらの目新しい策略に簡単に誘惑され、喫煙にはしってしまいかねない。
33আসলে একটি নতুন এবং ‘বিকল্প কলঙ্ক', যেটি জনগণকে শেখানো উচিত নয়, বিশেষ করে আমাদের শিশুদের।大統領の喫煙が報道されたにもかかわらず、この国での喫煙という悪に対する我々の戦いにおいて、彼はいまだ重要な要素であろう。(
34আমাদের বাচ্চারা সহজেই এই নতুনত্ব ডিভাইস দ্বারা আকৃষ্ট এবং ধূমপানের জন্য প্রতারিত হয়।訳注:アキノ大統領は大統領選の選挙活動時には、当選したら禁煙すると公言していたが、当選した後も結局禁煙しなかった。)
35আমাদের রাষ্ট্রপতির ধূমপানের কথা প্রকাশিত হওয়া সত্ত্বেও, তিনি এখনও এই দেশে ধূমপানের বিরুদ্ধে আমাদের যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন।校正:Tomoko Ishihara