# | ben | jpn |
---|
1 | ছয় জন যুবককে কারাগারে পাঠাল “হ্যাপি” ভিডিও | 6名の逮捕者を出したミュージックビデオ“Happy” |
2 | তেহরানে সুখ ভিডিওটির একটি স্ক্রিনশট। ফ্যারেল উইলিয়ামসের গাওয়া গান “হ্যাপি” এর মিউজিক ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে তেহরানের ছয় জন ইরানি যুবক একটি নাচের ভিডিও তৈরি করে। | A screen shot from the Happy in Tehran video. |
3 | তবে ভিডিও তৈরির এই বিশ্বব্যাপী প্রবণতায় যোগ দেওয়ার জন্য তাঁদের বেশ উচ্চ মূল্য দিতে হয়। | ファレル・ウィリアムスの曲“Happy”に合わせてミュージックビデオを作り公開することが世界的に流行っているが、この流行に影響を受け、曲に合わせてテヘランで踊った動画をネット上で公開したことで、イラン人の若者6名は大きな代償を払う事となった。 |
4 | ইরানি কর্তৃপক্ষ ঘোষণা করে, গত ২০ মে তারিখে তাঁদের গ্রেপ্তার করা হয়। | イラン政府当局の発表によると、彼らは5月20日に逮捕されたが、本日(訳注:原文掲載日は5月22日)6名の逮捕者のうち5名が釈放された。 |
5 | ২২শে মে বৃহস্পতিবার এই তরুণদের মধ্যে একজন ছাড়া বাকী সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। | (訳注:イランでは女性は頭髪を覆うことを義務付けられ、公の場での異性間の接触やダンスも禁じられている) |
6 | এ সম্পর্কিত #ফ্রিহ্যাপিইরানিয়ান্স নামের একটি টুইটার প্রচারাভিযানে ইরানের নেটিজেনরা টুইটারে তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ ব্যক্ত করে টুইটের প্লাবন বইয়ে দিয়েছেন। | #FreeHappyIranians (ハッピーなイラン人の解放を)というツイッターのキャンペーンのもと、イラン人ネットユーザーの怒りや失望の声がネット上にあふれた。 |
7 | ব্যাপারটি উপেক্ষা করা এতোটাই একটা কঠিন ছিল যে মধ্যপন্থী ইরানের প্রেসিডেন্ট টুইটারে একটি মতামত দিয়ে এর সাথে তিনি একমত প্রকাশ করেছেন (হাস্যকর ভাবে, টুইটার এখনও ইরানে নিষিদ্ধ)। | この騒ぎを無視することは非常に難しく、穏健派のイラン大統領でさえツイッター上で賛意を表した。( 皮肉なことに、いまだにイラン国内ではツイッターへのアクセスが禁止されている) |
8 | “#সুখ আমাদের জনগণের অধিকার। | 「幸福は国民の権利である。 |
9 | আনন্দের কারণে সৃষ্ট কোন আচরণে আমাদের খুব বেশি শক্ত হওয়া উচিত নয়” ২৯/০৬/২০১৩ | 喜びから生ずる行動に対してあまり厳しく取り締まるべきではない」2013年6月29日 |
10 | যে ভিডিওর কারণে “হ্যাপি” ইরানীদের গ্রেপ্তার করা হয়েছে তা এখানে রয়েছে। | こちらがハッピーなイラン人が逮捕される切っ掛けとなった動画だ。 |
11 | অনুষ্ঠানটি অবশ্যই চলবে | そして物語はつづく |
12 | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সান্ধ্য সংবাদ সম্প্রচারে মুখোমুখি হওয়ার পাশাপাশি তেহরানের পুলিশ প্রধান হোসেন সাজেদিনিয়ার সাথেও দলটিকে দেখা করতে বাধ্য করা হয়। | 彼らは並ばされ、警察本部長Hossein Sajediniaに伴われ、イラン国営テレビの夕方のニュース番組に出演[en]させられた。 そして、知らない男女にだまされて撮影に参加したと告白した。 |
13 | তারা স্বীকার করেছে, বেনামি একজন নারী এবং পুরুষকে ভিডিও ক্লিপটিতে প্রদর্শনের মাধ্যমে তাঁদের প্রতারিত করা হচ্ছে। | このインタビュー映像の中で、逮捕された若者らは、自分たちは「だまされた」、動画は内輪で楽しむため製作したもので、ネット上に公開するつもりはなかったと証言した。 |
14 | https://www.youtube.com/watch? | ハピネスは犯罪? |
15 | v=N5jyIR3NdjE | Mehriranのツイート: |
16 | গ্রেফতারকৃত ইরানিরা বলছেন, ভিডিও ফুটেজে তাঁদের সাথে প্রতারণা করা হয়েছে। | 私たちのハッピーを誰にも止められない。 |
17 | ব্যক্তিগত উদ্দেশে তাঁরা ভিডিওটি তৈরি করেছেন। | ハッピーなイラン人の解放を |
18 | কোনভাবেই সেটা প্রকাশ্যে শেয়ার করার উদ্দেশ্যে নয়। | Sheema Kalbasiのツイート: |
19 | সুখ কি একটা অপরাধ ? মেহরিরান টুইট করেছেনঃ | シャリーア(イスラム法):謙虚、悲哀、むち打ち、処刑、抑圧の文化! |
20 | আপনি আমাদের সুখী হওয়া থেকে নিবৃত করতে পারবেন না। | 喜び(ハピネス)は犯罪! |
21 | শিমা কাল্বাসি টুইট করেছেনঃ | ハッピーなイラン人の解放を |
22 | #শরিয়াআইনঃ নম্রতা, দু:খ, মারামারি, মৃত্যুদন্ড, নিপীড়নের সংস্কৃতি! | Potkin Azarmehrのツイート: |
23 | সুখ একটা অপরাধ! পটকিন আজারমেহার টুইট করেছেনঃ | ハッピーな人々が暮らすハッピーな国では、35年前のイスラム革命以来ハッピーが犯罪となった(-_-;) |
24 | ইসলামী বিপ্লবের ৩৫ বছর পরে, সুখী মানুষের একটি সুখী দেশে সুখ একটা অপরাধ হয়ে ওঠে। | 校正:Yuko Aoyagi |