# | ben | jpn |
---|
1 | জাপানের পথের শিল্পকলা ‘দায়দোগি'তে মুগ্ধ | 日本:カメラを抱えて大道芸と共に。 |
2 | “দায়দোগি” জাপানের এক ধরনের পথ-প্রদর্শনী। “দায়দো” মানে বড় রাস্তা আর “গি” মানে দক্ষতার প্রদর্শনী। | 大道芸は「大道(大通り)で行う芸」の名を持ちながら、実際のところは道路交通法や管轄局の規制により、自由に路上でパフォーマンスをすることはできない。 |
3 | পরিহাসের বিষয়, জাপানের রাস্তার ট্রাফিক আইন [জাপানী ভাষায়] এবং স্থানীয় কর্তৃপক্ষের বিধি-নিষেধের কারণে এটি মুক্তভাবে রাস্তায় প্রদর্শন করা যায় না। | 近年は、ライセンス取得者に活動の場を与える、東京都のヘブンアーティスト制度や、町おこしに利用する野毛大道芸の例など、活躍の場を広げつつあるが、それでも支援体制は決して十分でないとの声もある。 |
4 | দায়দোগি প্রদর্শনের জন্যে বিশেষ অনুমতির দরকার হয়। | 大道芸人のサンキュー手塚は、「最も辛かった事は?」 |
5 | সম্প্রতি রাস্তায় প্রদর্শনের জন্যে বিভিন্ন ধারণা প্রবর্তন করা হয়েছে; টোকিও মেট্রোপলিটন সরকার অভিনেতাদের রাস্তায় প্রদর্শনীর জন্যে সরকার অনুমোদিত একটি লাইসেন্স প্রদানের একটি কর্মসূচী [জাপানী ভাষায়] তৈরি করেছে। | という質問に、「道路交通法や公園条令の取り締まりなどで自由に大道芸ができないこと」と答えている。 |
6 | কানাগাওয়া রাজ্যে স্বেচ্ছাসেবীরা রাস্তার প্রদর্শনী [জাপানী ভাষায়] ব্যবহার করে এলাকাটিকে পুনরুজ্জীবিত করার জন্যে বছরে দু'বার “নোগে-দায়দোগি উৎসব” আয়োজন করছে। | この状況について、ブロガーTaikiは、以下のように述べている。 |
7 | তবে অনেকেই বলছে যে এই পদ্ধতিটি যথেষ্ট নয়। তার অভিজ্ঞতায় কোন জিনিসটি বেশি কঠিন একথা জিজ্ঞেস করা হলে ধন্যবাদ তেজুকা উত্তর দিয়েছেন: “এটা (কঠিন) যে রাস্তার ট্রাফিক আইন, বিধি-বিধান ইত্যাদি অনুসারে আমাদের এটা রাস্তায় মুক্তভাবে প্রদর্শন করার অনুমতি নেই।” | 日本には素晴らしいパフォーマーが多くいますが、彼らの活躍する「場」や「風土」、「文化」が日本にはまだ定着していません。 |
8 | [জাপানী ভাষায়] একজন ব্লগার তায়কি [জাপানী ভাষায়] রাস্তায় প্রদর্শনের আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে লিখেছেন: | 彼らはそういった場を求め、海外へ出ていってしまいます。 |
9 | জাপানে বহু বাঘা বাঘা শিল্পী থাকা সত্ত্বেও রাস্তায় প্রদর্শনের পরিবেশ, “স্থান”, “আবহাওয়া” এবং “সংস্কৃতি” দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। | 更に言ってしまえば、海外に出ていけるパフォーマーはまだいい方で、自分の生活や金銭的な問題から才能を発揮できずに終わってしまうパフォーマーがほとんどでしょう。 |
10 | এরকম একটি পরিবেশের অনুসন্ধানের জন্যে তারা প্রায়ই বিদেশে যায়। | さて、その大道芸に魅せられ、長年カメラを抱えて大道芸を追い続けてきたアマチュアカメラマンがいる。 |
11 | যেসব শিল্পীরা বিদেশে যেতে পারেন তারাই ভাল থাকেন। | 彼の名は晶。 |
12 | অন্যরা আর্থিক কষ্টের কারণে তাদের ক্ষমতার উপর ন্যায়বিচার না করে হয়তো অবসর গ্রহণে বাধ্য হন। একজন অপেশাদার আলোকচিত্রী রাস্তায় দায়দোগি প্রদর্শন দক্ষতায় আকৃষ্ট হয়ে এর ছবি তুলে বছরের পর বছর অতিবাহিত করেছেন। | ブログのタイトルは「大道芸ばかり撮ってますヘ(゚∀゚*)ノ~なぜなのか、自分でもよく分からないけど。 |
13 | তার ব্লগের শিরোনাম “আমি শুধু দায়দোগি'র ছবি তুলেছি, আমি নিজেই জানি না আমি কেন এতটা আবিস্ট” [জাপানী ভাষায়]। | ~」だ。 |
14 | তিনি বর্ণনা করেছেন যে শিল্পী “গিলিয়াক আমাগাসাকি“র [জাপানী ভাষায়] সঙ্গে তার সাক্ষাতের পর থেকেই তিনি দায়দোগি'র ছবি তুলতে শুরু করেছেন। | 彼は大道芸人を撮るようになったきっかけを「ギリヤーク尼ヶ崎」との出会いであるとし、 こう綴っている。 |
15 | নাচের মাধ্যমে উচ্ছ্বাস, শক্তি এবং দু:খ ফুটিয়ে তুলতে পারেন এমন একজন শিল্পী “গিলিয়াক আমাগাসাকি।” | ギリヤーク尼ヶ崎さんは、舞踏によって人間の情念や力、悲しみを表現する大道芸人。 |
16 | আমি তাকে একটি তুষারময় রাস্তায় নাচতে দেখেছি এবং সেখানে থেকেই আমি বিভিন্ন শিল্পীর ছবি তুলতে শুরু করি। | 雪の降る街中で踊る彼との出会いがきっかけで、ボクは様々な大道芸人を撮るようになりました。 |
17 | আমি তাদের সঙ্গে ভ্রমণ করতাম এবং ১৯৯৫ সালের মহা হানশিন ভূমিকম্প পরবর্তী সময়ে তাদের সঙ্গে দুর্গত এলাকাতেও গিয়েছিলাম। | 昔はともに日本中を旅しています。 |
18 | তার জীবন এবং চিন্তাধারা আমাকে সত্যি্কারভাবেই অনুপ্রাণিত করেছে। | 阪神大震災直後の被災地にも行きました。 |
19 | তিনি আমার গুরু। | その生き様と考え方。 |
20 | প্রদর্শনকারী শিল্পীদের প্রতি তার সহানুভূতি বিজড়িত ছবিগুলো এখানে দেয়া হলো। | ボクにとって心の師匠です。 |
21 | (আকিরার অনুমতি নিয়ে ছবিগুলো ব্যবহৃত।) | まずは被写体への想いを雄弁に語る、彼の写真をご覧あれ。 |
22 | এমেরিকামুরা এলাকার নাম্বা'র “ওসাকা প্রদর্শনী”তে “গিলিয়াক আমাগাসাকি” | ギリヤーク尼ヶ崎 - 大阪公演(なんば・アメリカ村)にて - |
23 | “আসুন তাড়াতাড়ি! | GちょこMarble - 集まれ! |
24 | ইকেবুকুরো'র সবার জন্যে দায়দোগি”-তে “জিচকোমার্বেল” | 池袋みんなの大道芸にて - |
25 | কাওয়াসাকির সুগিয়ামা আশ্রম উৎসবে “মেরিকো” | めりこ - 杉山神社(川崎市)のおまつりにて - |
26 | “ওচানোমিজু শিল্প পিকনিকে রাস্তার কোনার শিল্পকলা”-তে “দাইচি” | だいち - まちかどアート IN お茶の水アートピクニックにて - |
27 | “টয়োহাসি শিল্পকলা উৎসব”-এ “হানামেরি” | HANAMERI - とよはしアートフェスティバル にて - |
28 | “২০১২ সালের চিবা দায়দোগি উৎসব”-এ “ধন্যবাদ তেজুকা” | サンキュー手塚 - 大道芸フェスティバルinちば 2012にて - |
29 | “আসাকুসা রোক্কু দায়দোগি উৎসব”-এ “তায়হেইউ” | 太平洋 - 浅草六区大道芸フェスティバル にて - |
30 | আকিরা'র ফেসবুক ছবির অ্যালবামে [জাপানী ভাষায়] আপনি আরো ছবি পেতে পারেন। | 晶が公開するFacebookページでは、更に多くの写真を見ることができる。。 |
31 | অ্যালবামটি তৈরী করার তিনি এই ব্যাখ্যা দিয়েছেন [জাপানী ভাষায়]: | 彼はこのページを開設した訳をこう説明している。 |
32 | আমি আশা করি আমার ছবিগুলো জনগণকে দায়দোগি দেখতে আসতে উৎসাহী করবে। | 大道芸の写真を見て、ふらっと観に行きたくなるような・・・。 |
33 | তাদেরকে এরকম একটি সুযোগ দিতে পারলে আমি খুশি হবো। | そんなきっかけが生まれれば、嬉しいなって思います。 |
34 | তার আশা কী আপনার কাছে পৌঁছাতে পেরেছে? | 彼の願いは、あなたに届いただろうか。 |