# | ben | jpn |
---|
1 | ইকুয়েডোরের সারাইয়াকু জনগোষ্ঠীর কাছে পানিই জীবন | 水はエクアドルのサラヤク住民の命 |
2 | সারাইয়াকু ভিডিওর এক মহরত অনুষ্ঠানে এক ফোরামের আমন্ত্রণ পত্র | サラヤク村動画の上映フォーラムへの招待 |
3 | সারাইয়াকুর কিচোয়া জনগোষ্ঠীর নাগরিকদের তাদের এলাকার তেল, গ্যাস এবং খনিজ সম্পদ আরোহণের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে এক এক উত্তমরূপে নথিবদ্ধ করা লড়াই চালিয়ে গেছে, যা ইকুয়েডোরের আমাজান এলাকার দক্ষিণের মধ্যাঞ্চলে অবস্থিত। | エクアドルアマゾン地帯の南中央に位置する、サラヤク村に住むキチュア族の人々は、長年にわたりこれまで何度も報道されてきた闘争を抱えてきた。 |
4 | নিজেদের ভূমির রক্ষায়, সারাইয়াকু সম্প্রদায় সেখানে খনি খননের বিরোধিতার বিষয়ে তাদের কাহিনী তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়ার সাহায্য গ্রহণ করেছে। | 彼らの居住地域で石油や天然ガス、鉱物資源を採掘することへの反対闘争である。 |
5 | এই সম্প্রদায়ের সাথে অন্যতম সহযোগী পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র “ জাগুয়ারের শিশুরা, তাদের এই প্রতিরোধের এক ঝলক তুলে ধরছে। | 土地を守るため、サラヤク村はデジタルメディアの伝播力を利用し、地域での掘削反対の話を語っている。 |
6 | | サラヤク村との共同制作による、受賞歴のあるドキュメンタリー「Children of the Jaguar(ジャガーの子どもたち)」では、この抵抗運動を垣間見ることができる。 |
7 | এই তথ্যচিত্রের সাফল্য নতুন প্রজন্মের একদল আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করেছে তাদের নিজেদের চলচ্চিত্র নির্মাণে। | このドキュメンタリーの成功により、先住民の若い世代の映画製作者たちは、自分たち自身の映画を作ろうと意欲をかき立てられた。 |
8 | চলচ্চিত্র নির্মাতা এরিব্রের্তো গুয়ালিঙ্গা তাদের এলাকার এ রকম এক নেতা, তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য ভিডিও আপলোড করেছে। | 映画製作者のエリベルト・グアリンガはこの地域のリーダーのひとりで、自分のYouTubeチャンネルに短編動画をたくさんアップロードしている。 |
9 | ভিডিও ছাড়াও সম্প্রদায়টি একটি ওয়েবসাইট স্থাপন করেছে এবং তারা স্যোশাল মিডিয়ার চ্যানেল যেমন টুইটার (@সারাইয়াকু_লিব্রে) এবং ফেসবুকে অত্যন্ত সক্রিয়, যা তাদের সমর্থকদের সংস্পর্শে থাকার সুযোগ করে দেয় এবং কোন নতুন ঘটনার সংবাদ সরাসরি প্রদানের সুযোগ করে দেয়। | 動画だけでなく、サラヤク村ではウェブサイトも立ち上げ、ツイッター(@Sarayaku_Libre)やフェイスブックなどのソーシャルメディアをこまめに更新している。 |
10 | এই তথ্যচিত্রের সাফল্য নতুন প্রজন্মের একদল আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করেছে তাদের নিজেদের চলচ্চিত্র নির্মাণে। | それによって、援助者との繋がりを保ち、新たな進展を直に伝えることができるのだ。 |
11 | চলচ্চিত্র নির্মাতা এরিব্রের্তো গুয়ালিঙ্গা তাদের এলাকার এ রকম এক নেতা, তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য ভিডিও আপলোড করেছে। | 米州人権裁判所(IACHR)は2012年、サラヤク村に有利な判決を下し、エクアドル政府は調査や掘削の契約を結ぶ前に、影響を受けるコミュニティと協議するべきだとした。 |
12 | ভিডিও ছাড়াও সম্প্রদায়টি একটি ওয়েবসাইট স্থাপন করেছে এবং তারা স্যোশাল মিডিয়ার চ্যানেল যেমন টুইটার (@সারাইয়াকু_লিব্রে) এবং ফেসবুকে অত্যন্ত সক্রিয়, যা তাদের সমর্থকদের সংস্পর্শে থাকার সুযোগ করে দেয় এবং কোন নতুন ঘটনার সংবাদ সরাসরি প্রদানের সুযোগ করে দেয়। | とは言え、サラヤクの人々はいまだに圧力に直面し続けていている。 |
13 | যখন ইন্টার-আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটস (আইএএইচআর) ২০১২ সালে সারাইয়াকু সম্প্রদায়ের পক্ষে রায় প্রদান করে , কোর্ট বিবৃতি প্রদান করে যে ইকুয়েডোর সরকার কোন সম্পদ অনুসন্ধান বা খনন বিষয়ক চুক্তি করার আগে সরকারকে আক্রান্ত সম্প্রদায়ের সাথে আলোচনা করতে হবে, সারাইয়াকুর লোকজন এখনো তাদের উপর এই চাপ অনুভব করছে । | 一般参加型動画ツールのさまざまな利用法を探り続ける手段として、サラヤク村はエル・チュロ・コレクティブとパートナーを組み、若い人々を訓練している。 |
14 | অংশগ্রহণমূলক ভিডিও টুলসের কতটা ব্যবহার করা যায় তা আবিস্কারের এক ক্রমাগত যাত্রায়, সারাইয়াকু সম্প্রদায় এল চুয়োরো কালেকটিভ-এর সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে, যাতে সম্প্রদায়ের তরুণদের পাশাপাশি আশেপাশের সম্প্রদায়ের আদিবাসী নাগরিকদের প্রশিক্ষন প্রদান করা যায়, কি ভাবে ডিজিটাল ভিডিও তৈরী করা যায়, যা তাদের বাস্তব অবস্থা ধারণ করবে এবং নিজেদের চারপাশের যে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সব সংরক্ষণের জন্য তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করবে। | 他の周辺の先住民コミュニティと同様に、サラヤク村の人々も自分たちの現実を捉えるデジタル動画の制作方法を学び、周囲の自然を守るという自分たちの義務を再確認するためである。 このプロジェクトは、ライジング・ヴォイセズのアマゾン地域の取り組みの一環として、2014年度ライジング・ヴォイセズ助成金を授与されている。 |
15 | এই প্রকল্প রাইজিং ভয়েসেস-এর প্রকল্প আমাজোনিয়া উদ্যোগ-এর এক অংশ হিসেবে ২০১৪ সালের রাইজিং ভয়েসেস-এর অনুদান লাভ করেছিল। | この動画はこのプロジェクトで初めて制作したもので、ナレーターがキチュア語で話し、サラヤク住民にとっての水の大切さを語っている。 |
16 | এই প্রকল্পের প্রথম ভিডিওতে ধারাভাষ্যকার কিচোয়া ভাষায় বলছেন সারাইয়াকু জনগোষ্ঠীর জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ। | Amaraという字幕作成サイトの利用により、動画には現在英語の字幕がついていて、他言語の字幕も誰でも追加可能である。 |
17 | আমারা নামক সাবটাইটেল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে, এখন এই ভিডিও ইংরেজি সাব টাইটেলে পাওয়া যাচ্ছে এবং অন্য ভাষায় সাব টাইটেল যোগ করার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। | この動画はキト市やサラヤク村のさまざまなイベントで初上映され、それに続いて、動画の中で取り上げられたトピックに関する討論会が行なわれた。 |
18 | কুইটো এবং সারাইয়াকুর বিভিন্ন অনুষ্ঠানে এই ভিডিও প্রদর্শন করা হয়েছে, পাশাপাশি তাদের মাঝ থেকে উঠে আসা এই বিষয়টি নিয়ে এক আলোচনা এবং বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। | 私たちはこれから数週間、このプロジェクトの動画をどんどん取り上げていく予定だ。 |
19 | আগামী কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে আমরা এই প্রকল্পের আরো কয়েকটি ভিডিও তুলে ধরব। | 校正:Yuko Aoyagi |