Sentence alignment for gv-ben-20110929-20312.xml (html) - gv-jpn-20111012-9370.xml (html)

#benjpn
1যুক্তরাষ্ট্র: “অকুপাই ওয়াল স্ট্রীট ” নামক গ্রুপ নিউ ইয়র্কের মূল অর্থনৈতিক এলাকা দখল করে রেখেছেアメリカ合衆国:「ウォール街を占拠せよ」デモがニューヨークの金融地区の中心を乗っ取る
2নিউ ইয়র্ক সিটির গুরুত্বপুর্ণ অর্থনৈতিক এলাকায় অকুপাই ওয়াল স্ট্রীট (টুইটারে,#অকুপাইওয়ালস্ট্রিট) নামক একটি গ্রুপ শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছে, আর কানাডিয়ান প্রতিষ্ঠান এ্যাডবাস্টারস এবং হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস এই আন্দোলনকে সমর্থন করেছে। আরব ও ইউরোপের বিভিন্ন দেশের নানা শহরে যে সব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়।ニューヨーク市の金融地区で、カナダの団体 アドバスターズとハッカーグループ、アノニマスに支持され、「 ウォール街を占拠せよ / Occupy Wall Street (ツイッターでのハッシュタグは #occupywallstreet ) 」グループが平和的な抗議活動を行っている。
3ওয়াল স্ট্রিট যে ভাবে কাজ করেছে, তাতে এই সব তরুণের মোটেও খুশি নয়।アラブやヨーロッパ諸国の街でのデモ活動から発想を得た若者たちは、現状への不満を訴えている。
4তাদের মতে এই অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিকে নিয়ন্ত্রণ করে, সেটিকে “কর্পোরেটোক্রেসী” বা বাণিজ্যিকীকরণ করে ফেলেছে এবং লক্ষ লক্ষ মানুষকে বেকার বানিয়ে ফেলেছে।彼らの解釈による現状とはウォール街がアメリカ合衆国の経済政策を支配して「corporatocracy(企業主体主義)」化し、数百万人を失業状態に留めていることを指す。
5১৭ সেপ্টেম্বর থেকে এই গ্রুপ জুকোত্তি পার্ক দখল করে রেখেছে এবং তারা আশা করছে যা সামনের মাসগুলোতে আরো অনেক নাগরিক তাদের সাথে যোগ দেবে।このグループは9月17日からズコッティ公園を占拠しており、若者たちは今後更に参加者が増えることを期待している。
6এই আন্দোলনের পোস্টার।活動のポスター
7সঙ্গীতকার, চিকিৎসা কর্মী, প্রয়োজন অনুসারে গড়া এক গ্রন্থাগার এবং একটি প্রযুক্তি টিম, যারা কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রসহ নিজেদের সজ্জিত করেছে, এদের সবাইকে পার্কে পাওয়া যাবে।公園には音楽家や医療スタッフ、即席の図書館、コンピューターや他の機器を携えた技術チームが揃う。
8এছাড়াও বিক্ষোভকারীরা পিচবোর্ডের এর টুকরা দিয়ে ব্যানার তৈরি করেছে। যার মধ্যে দিয়ে মধ্যে তারা পুঁজিবাদ এবং ট্রয় ডেভিসের প্রাণদণ্ডের বিরুদ্ধে তাদের অনুভূতি ব্যক্ত করেছে।また、デモ参加者たちは、資本主義に対する意見やトロイ・デイビスの死刑執行反対を表現したプラカードを段ボールで作っていた。
9বিক্ষোভকারীরা এই আদর্শে এক হয়েছে যে,“আমরা হচ্ছে ৯৯ শতাংশ, যারা অবশিষ্ট ১ শতাংশের লোভ এবং দূর্নীতি সহ্য করব না”.「1%による腐敗と私利私欲をもはや容認できなくなった99%が我々だ」というモットーの下にデモ参加者たちは集結している。
10সোফিয়া গালিসিয়ার ছবি। অনুমতিক্রমে প্রকাশিতSofía Gallisá/写真掲載許諾済
11একটি পোস্টার, যা তথ্য অনুসন্ধানের জন্য অনলাইন মিডিয়ার সূত্র সমূহ প্রদর্শন করেছে। সোফিয়া গালিসিয়ার ছবি।情報源となるオンラインメディアを載せたポスター   Sofía Gallisá/写真掲載許諾済
12অনুমতিক্রমে প্রকাশিত। সোফিয়া গালিসিয়ার ছবি।Sofía Gallisá/写真掲載許諾済
13অনুমতিক্রমে প্রকাশিত। সোফিয়া গালিসিয়ার ছবি।大きな騒乱を起こさずにデモ活動が行われているとはいえ、逮捕者は出ている。
14অনুমতিক্রমে প্রকাশিত। যদিও তেমন কোন ব্যাঘাত ছাডা বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে এসেছে, তারপরেও এতে গ্রেফতারের ঘটনা ঘটেছে: সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার, ২৪ সেপ্টেম্বর-এ, ৮০ জনের মত নাগরিককে গ্রেফতার করা হয়েছে।直近の報告に拠れば、9月24日土曜日に、主に「歩道と車両交通を封鎖した個人たち」の代表とされた参加者が治安紊乱行為の容疑で、また逮捕への抵抗や公務執行妨害の容疑で、80人近くが逮捕された。
15মূলত ” পথচারী ও যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের ঘটনা ঘটে।とはいえ逮捕は抑止力となっておらず、デモ参加者たちはマンハッタンの中心にあるユニオンスクエアなどの街の他の部分へ広がっていった。
16এছাড়াও গ্রেফতার প্রতিরোধ এবং সরকারের প্রশাসনিক কাজে প্রতিবন্ধক সৃষ্টির কারনে এই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তবে এই ঘটনা, বিক্ষোভকারীরা শহরের অন্যান্য অংশ,যেমন ম্যানহাটানের কেন্দ্রে ইউনিয়ন স্কোয়ারে মার্চ করে যাবার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।伝統的な報道機関はデモ活動を広く伝えていないが、一方、オンライン上のソーシャルネットワーク(ツイッター、フェースブック、Youtube, Vimeo, Flickr)上には情報が溢れかえっている。
17যখন মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রদান করেনি, তখন সকল ডিজিটাল সামাজিক প্রচার মাধ্যম এই ঘটনার সংবাদ ভরে ওঠে (টুইটার, ফেসবুক, ইউটিউব, ভিম, ফ্লিকার)।
18জাতীয় ব্যক্তিত্ব, যেমন অধ্যাপক এবং দার্শনিক কর্নেল ওয়েস্ট (@কর্নেল ওয়েস্ট) টুইটারের মাধ্যমে বিক্ষোভের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে: তোমাদের অভিনন্দন।哲学者でもあるコーネル・ウェスト教授(@CornelWest)のような国内の有名人もツイッター上で支持を表明している。
19‘নাগরিক অবাধ্যতা' আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ।勇気溢れる人々よ。
20#ওকুপাইওয়ালস্ট্রিট,http://ow.ly/6DNj1市民としての不服従はアメリカ民主主義のプロセスの一部分であり本質なのだ。
21ভ্যান জোনস (@ভ্যানজোনস), যুক্তরাষ্ট্রের এক অন্যতম একটিভিস্ট, তিনিও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রদর্শন করেছেন, আর একই সাথে পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন।#OccupyWallStreet http://ow.ly/6DNj1
22অকুপাই ওয়াল স্ট্রীটের ওই সমস্ত বিক্ষোভকারীরা সত্যিকার অর্থে খানিকটা ভালবাসা লাভের যোগ্য।著名なアメリカの活動家であるヴァン・ジョーンズ(@VanJones68)はデモ参加者たちに共感する共に警察の不法行為を非難している。
23কিন্তু এনওয়াইপিডি?ウォール街占拠活動の人々には本気で愛を捧げないと。
24ডাব্লিউটিএফ?しかし、ニューヨーク市警?
25এই ভিডিওটি দেখুন!何だって?
26@লাইভস্ট্রিম-এর মাধ্যমে http://livestre.am/PlNN-এর ঘটনা দেখছি।このビデオを見てほしい!
27তবে মিশেল ক্যাটালোনার-এর (@ইনদিফেড) মত টুইটার ব্যবহারকারীরা বিশ্বাস করেন যে, এই প্রতিবাদ নিজেই নিজের বৈপরীত্য প্রকাশ করছে:閲覧中http://livestre.am/PlNN @livestream から
28এটা দেখতে এতই সুন্দর লাগছে যে অকুপাই ওয়াল স্ট্রীটের এই সমস্ত তরুণরা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আইফোন এবং অ্যানড্রয়েড দিয়ে টুইট করছে।ミシェル・カタラノ(@inthefade)のような他のツイッター利用者はデモ活動自体が矛盾を包含すると考えている。 「ウォール街を占拠せよ」活動中のキッズが対資本主義闘争をiPhoneやアンドロイドからツイートしてる様子はかわいらしいわ。
29ক্ষমতার যুদ্ধ।権力と闘いなさいよ。
30এ সবের মাঝেও রিকার্ডো (@জেরইকিমায়ো) [স্প্যানিশ ভাষায়] ২৪ সেপ্টেম্বর-এর রাতের ঘটনায় আরেকটি বৈপরীত্য আবিষ্কার করেছেন:この狭間で、リカルド(@jrickymayo) [スペイン語]は9月24日夜の出来事が抱えるもう一つの矛盾を見出している。
31আর এটা ঘটল বিশ্বের সবচেয়ে মুক্ত চেতনার দেশটিতে।それに、これは最も自由な国で起きたんだよ。
32নিউ ইয়র্কে “অকুপাই”ওয়াল স্ট্রীট নামক প্রতিবাদের সময় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে http://bit.ly/onHB4C।ニューヨークでウォール街を「占拠」するデモ活動の最中、少なくとも80人が拘束された http://bit.ly/onHB4C
33নীচে “অকুপাই ওয়াল স্ট্রীট-এর একটি ভিডিও রয়েছে, যেটিতে দেখা যাবে কি ভাবে এক শক্তিশালী নিরাপত্তা বাহিনীর দ্বারা বিক্ষোভকারীরা অবরুদ্ধ হয়ে ছিল:以下の「ウォール街を占拠せよ」活動のビデオでは、屈強な警備隊員がデモ参加者たちを遮る様子をはっきりと見ることができる。