Sentence alignment for gv-ben-20150113-46627.xml (html) - gv-jpn-20150307-34005.xml (html)

#benjpn
1বিধ্বস্ত স্থল চিহ্নিত হওয়ার পর নিখোঁজ এয়ার এশিয়া কিউজেড ৮৫০১ এর তল্লাশি চলছেエアアジアQZ8501便、墜落地点特定後も捜索続く
2এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমান পথ এবং উপগ্রহের মাধ্যমে তোলা ছবি।エアアジアQZ8501便の航跡と衛星画像。
3ছবি সূত্রঃ উইকি।Wiki image.
4এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমানটি খুঁজে পাবার পর প্রতিকূল আবহাওয়ার কারনে ইন্দোনেশিয়াতে উদ্ধার প্রচেষ্টা বাঁধাগ্রস্ত হচ্ছে।エアアジアQZ8501便の墜落地点が特定された後も、悪天候によってインドネシアにおける捜索活動は難航している。
5দেশটির পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ২৮ ডিসেম্বর তারিখে বিমানটির ট্রাফিক নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।東ジャワ州の州都スラバヤを出発しシンガポールへ向かっていたQZ8501便は、12月28日に航空管制との交信を絶った 。
6বিমানটিতে ১৬২ জন যাত্রী এবং বিমান ক্রু ছিলেন।乗客乗員あわせて162人が搭乗していた。
7বিমান চালনা বিশেষজ্ঞরা অনুমান করছেন, বিমানচালক ঘন বৃষ্টিঝড় ও মেঘ পাশ কাটাতে সক্ষম হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বিমানটিকে পানির উপরে অবতরণ করাতে বাধ্য হন।パイロットは巨大な嵐雲を避けて海上に飛行機を着水させることはできたのだろうと航空専門家は推測している。
8তবে খুব সম্ভব জরুরি ভিত্তিতে বিমান অবতরণের সময় প্রবল ঢেউ ভাসতে থাকা বিমানটিকে সজোরে আঘাত করে এবং ধাক্কা দিয়ে পানির নিচে নিয়ে যায়।しかし、緊急着陸の際、激しい波が旅客機を襲ったため、機体は海面下に沈んだ可能性がある。
9আশা করা হচ্ছে দূর্ঘটনাটির আসল কারন বের করতে খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে।事故原因究明のための調査は間もなく始められる予定である。
10ইতোমধ্যে বিমান কিউজেড৮৫০১ উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে।QZ8501便の残骸はすでに見つかっている。
11ভারমোন চানের দেয়া ফ্লিকর ছবি (সিসি অনুমোদনক্রমে)Vernon ChanによりFlickrに投稿された写真。(
12ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা এই অনুসন্ধান এবং উদ্ধার কাজ খুব আন্তরিকতার সাথে তত্ত্বাবধান করছেন।CC License)
13মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজ ত্বরান্বিত করতে অংশ নিয়েছে।インドネシアのジョコ・ウィドド大統領とユスフ・カラ副大統領は捜索救難活動に対し、緊密に指示を行っている。
14অনুসন্ধান প্রচেষ্টার দ্বিতীয় দিনের শেষে বেশ কয়েকটি মৃতদেহ এবং ভাঙ্গা বিমানটির কয়েকটি অংশ কেন্দ্রীয় কালিমান্তানের কাছে সাগরে ভেসে থাকা অবস্থায় পাওয়া গেছে।救難活動促進のため、マレーシア、シンガポール、フランス、オーストラリア、アメリカを含めた各国も捜索隊に加わった。
15হেলিকপটারে করে কয়েকটি মৃতদেহ সুরাবায়াতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।捜索活動二日目の終わり近く、中央カリマンタン近くの海上に浮かぶ数名の遺体と航空機の破片が発見 された。
16ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফেসবুকে লিখেছেনঃ遺体のうち数体は検死のために航空機でスラバヤに搬送された。
17এই গভীর শোকের মাঝে কেন্দ্রীয় কালিমান্তানের পাংকালান বানের পানিতে বিমানটির কিছু ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে।インドネシアのジョコ・ウィドド大統領はフェイスブックにこう記した。
18তাই আমি এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফারনান্দেজের ব্যাখ্যা শুনছি।私は深い悲しみの中、エアアジアのCEOトニー・フェルナンデスより中央カリマンタンのパンカランブン近くの海上で航空機の機体の一部が発見されているとの報告を受けています。
19এই গভীর দুঃখের মাঝে আমি আশা করব, যৌথ উদ্যোগে গঠিত সন্ধানকারী এবং উদ্ধারকারী দলটি বিমানের আরও ধ্বংসাবশেষ খুঁজে পেতে এবং দূর্ঘটনাটির কারন বের করতে সফল হবে।この深く悲しい状況において、連合救難活動チームが事故原因解明につながる機体の破片を少しでも多く収集してくれることを望んでいます。
20দূর্ঘটনা কবলিতদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।犠牲者のご家族に深い哀悼の意を表します。
21আসুন আমরা সবাই প্রার্থনা করি, এই মর্মান্তিক সময়ে (সৃষ্টিকর্তা) দূর্ঘটনা কবলিতদের পরিবারের প্রতিটি সদস্যকে শক্তি ও সাহস দেবেন।ご家族のお一人お一人が、どうかこの困難な時にも強くあられます事を、お祈りいたします。
22যখন দূর্ঘটনা কবলিত বিমানটির ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পাওয়া যায়, তখন প্রেসিডেন্ট জকোভি সেই সন্ধানকারী এবং উদ্ধারকারী বিমানটিতেই ছিলেন।最初の機体が発見された当時、ジョコ・ウィドド大統領は捜索機に搭乗していた。
23খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং মৃতদেহগুলো যে কিউজেড৮৫০১ বিমানের, তৎক্ষণাৎভাবে তা এয়ার এশিয়া বলে নিশ্চিত করেছেঃ一方、エアアジアは発見された残骸と遺体は、QZ8501便のものであると確認した。
24ইন্দোনেশিয়া এয়ার এশিয়া অনুতাপের সাথে জানাচ্ছে, ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জাতীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থা (বাসারনাস) আজ নিশ্চিত করেছে যে আজকের আগে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ নিঃসন্দেহে বিধ্বস্ত বিমান কিউজেড৮৫০১ এরই অংশ বিশেষ।誠に遺憾ながら、本日未明に発見された破片は、28日朝に管制との交信を絶ったQZ8501便のものであることがインドネシア国家捜索救助庁(BASARNAS)により確認されました。
25এটি সেই বিমান যা ২৮ তারিখ সকালে বিমান নিয়ন্ত্রণ ট্রাফিকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং হারিয়ে যায়।多くの哀悼メッセージがツイッターに寄せられた。
26টুইটারের মাধ্যমে সহমর্মিতা এবং সমবেদনা জানিয়ে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।QZ8501便に対し、心からのお悔やみを。
27Deepest condolences for #QZ8501 pic.twitter.com/NCkXwEAmsN2014年の最後に、悲しい事故が起きた。
28- Shafiq✌Pontoh (@ShafiqPontoh) December 30, 2014エアアジアQZ8501便の犠牲者のご家族に、勇気と強さが与えられますように。
29এয়ার এশিয়া কিউজেড৮৫০১ এর জন্য গভীর সমবেদনা奇跡を信じよう。
30এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের পরিবারের সবাই ২০১৪ সালের শেষে এসে গভীর দুঃখে পতিত হয়েছেন।手をつなぎあう、ライフジャケット姿の人々。
31সৃষ্টিকর্তা আপনাদের সাহস এবং শক্তি দিন।搭乗者の恐怖を考えるのはやめよう。
32আসুন কোন অলৌকিক ঘটনা প্রত্যাশা করি।あまりにも悲しい。
33জীবন রক্ষাকারী জ্যাকেট পরিহিত অবস্থায় মৃতরা একে অন্যের হাত ধরে আছেন।#AirAsia8501 #AirAsia-Tashaa (@TashaaLK1994) 2014年12月31日
34মৃত্যুকালে তারা যে আতঙ্কের শিকার হয়েছেন তা কল্পনা করাও অসম্ভব। অত্যন্ত দুঃখজনক।エアアジアQZ8501便の犠牲となった162人中、35人がインドネシアの都市マランの出身だった。
35এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমানের মোট ১৬২ জন যাত্রীর মাঝে ৩৫ জন ইন্দোনেশিয়ার মালাং শহরের অধিবাসী ছিলেন। @সময় এর জন্য ছবিটি দিয়েছেন @চার্লিচ্যাম্প৬এল এবং আমি।QZ8501便に搭乗していた乗客乗員の親類や友人への励ましのツイッターには、 #togetherwestand(私たちは共にいる)というハッシュタグが利用されている。
36#আমরাএকসাথেআছি শিরোনামের টুইটার হ্যাশট্যাগটিতে কিউজেড৮৫০১ বিমানের সাথে নিখোঁজ হওয়া সকলের আত্নীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানান হয়েছে।校正:Jiro Tominaga