# | ben | jpn |
---|
1 | ই ডে: সেলিব্রেটিদের প্রিয় শব্দ আবিষ্কার | スペイン語の日:有名人の好きなスペイン語 |
2 | গায়িকা শাকিরা, অভিনেতা গেল গার্সিয়া বার্নেল, পাচক ফেররান আদ্রিয়া এবং লেখক মারিয়ো ভার্গাস ইয়োসা এদের মধ্যে মিল কোথায়? তারা এবার ৩০ জন সেলিব্রেটির একটি দলের অংশ, যারা ভিডিওর মাধ্যমে তাদের প্রিয় স্প্যানিশ শব্দের কথা জানাচ্ছে। | 歌手のシャキーラ、俳優のガエル・ガルシア=ベルナル、シェフのフェラン・アドリア、作家のマリオ・バルガス=リョサの共通点はなんだろうか? |
3 | সারভেন্তাস ইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানের ই ডে নামক বিশেষ দিবস উদযাপনের এক উদ্যোগ হিসেবে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। | 彼らを含む30人の著名人がセルバンテス文化センターが開催するスペイン語の日を祝い、ビデオを通じて自分たちの好きなスペイン語の単語について語っている。 |
4 | ই ডে উদযাপনের জন্য প্রস্তুতি | セルバンテス文化センターは、毎年夏至に最も近い週末にスペイン語の日を祝う試みを行っている。 |
5 | সারভেন্তাস ইনিস্টিটিউট অফ স্প্যানিশ নামক প্রতিষ্ঠানটি স্প্যানিশ ভাষা উদযাপন সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়। | 世界中の支部で一連の文化的教育的イベントが行われるその催しは、今年は6月18日に開催される。 |
6 | এটি উপলক্ষ্যে সারা বিশ্বে এক সংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম এই প্রতিষ্ঠান আয়োজন করে, ঠিক সামার সলিস্টিক বা গ্রীষ্মকালীন সময় শুরুর প্রথম দিনে (সামার সলিস্টিক-যে দিনটিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে ঝুঁকে পড়ে)। | スペイン語の日に向けて準備は万端 |
7 | আর এবার এই দিনটি শুরু হবে জুনের ১৮ তারিখে। | ウェブサイトを通じて彼らは世界のスペイン語を話す人々の興味をなんとか引くことに成功している。 |
8 | তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা বিশ্বের স্প্যানিশভাষী জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়, যারা তাদের প্রিয় শব্দের ভিডিওর জন্য ভোট প্রদান করতে এবং এই সাইটে তারা অন্য ব্যক্তিদের সাথে শব্দ জব্দ (ক্রশ ওয়ার্ড) খেলতে পারবে। | そのサイトでは好きなスペイン語の動画に投票でき、スペインのアンダルシアへのペア旅行券をかけて他のプレイヤーとクロスワードパズルで対戦もできる。 |
9 | বিজয়ী ব্যক্তি স্পেনের আন্দালুসিয়ায় দুদিনের এক ভ্রমণের সুযোগ পাবে। | 自分の好きな単語を挙げる有名人たちのビデオはこのイベントの宣伝の目玉になっている。 |
10 | তবে এবার যে সমস্ত ভিডিওতে সেলিব্রটিরা তাদের প্রিয় শব্দ উচ্চারণ করেছে তা জনগণের কাছে এক অন্যতম প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি সে সমস্ত দেশগুলোতে যেখানে সারভেন্তাস ইনিস্টিটিউটের কোন উদযাপন অনুষ্ঠান নেই, সেখানেও এই সমস্ত ভিডিওগুলো প্রদর্শিত হচ্ছে। | セルバンテス文化センターがスペイン語の日を開催しない国々でさえ、テレビでこれらのビデオが放送されている。 3回目の開催に当たって、30人の著名人の支援と参加をお願いしました。 |
11 | উদযাপন যখন তার তৃতীয় বর্ষে পা দিচ্ছে, তখন আমরা ৩০ জন সেলিব্রেটির সমর্থন এবং অংশগ্রহণের সাথে এগিয়ে যাচ্ছি, যারা বিভিন্ন বৈচিত্র্যময় পেশা থেকে আসা দক্ষ ব্যক্তি, তারা আমাদের জানাচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলার অর্থ তাঁদের কাছে কি। | 人選は多岐の専門分野に渡っており、この方々はスペイン語を話す意義について我々と思いを同じくされております。 |
12 | যে কারণে আমরা সকল স্প্যানিশভাষী ব্যক্তিদের উৎসাহ প্রদান করছি যেন তারা এই উদ্যোগে অংশ নেয় যে, আমরা যে ভাষায় কথা বলি, আমাদের কাছে সেই ভাষার সবচেয়ে জনপ্রিয় শব্দটি যা তাদের বিবেচনায়ও প্রিয়, তাকে যেন তারা বেছে নেয়। | そんなわけで、スペイン語を話す皆さんに我々がよく知っている方々のお気に入りの単語の中から一つ選んでいただき、この新たな試みにご参加いただきたいのです。 |
13 | এখানে প্রদর্শিত সকল ভিডিওর শিরোনাম স্প্যানিশ ভাষায় লেখা। | すべてのビデオはスペイン語のキャプションがついている。 |
14 | যদি আপনি তা অন্য ভাষায় পাঠ করতে চান তাহলে দয়া করে ইউটিউব ভিডিওর ভাষা নামক শিরোনামে গিয়ে যে ভাষায় তা শুনতে চান, সেই ভাষার উপর ক্লিক করুন। | 他の言語で読みたい場合は、YouTubeのキャプション翻訳機能を利用できる。 |
15 | কলম্বিয়ার শিল্পী শাকিরা তার গান এবং নাচ দিয়ে দিয়ে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন। | コロンビア人のミュージシャン、シャキーラ は歌とダンスにより世界中で有名になった。 |
16 | মাত্র কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপের সময় তার ওয়াকা ওয়াকা গানটি স্টেডিয়ামে ভুভুজেলা নামক বাঁশী এবং সারা বিশ্বের ঘরে ঘরে এক সঙ্গী হয়ে উঠেছিল। | 最近では彼女の歌う「ワカワカ」がワールドカップ公式ソングとなり、世界中の家庭やスタジアムからブブゼラの音色とともに流れた。 |
17 | এই ভিডিওতে, সে ব্যাখ্যা করছে কেন “মেলিফ্লুয়স” [সুমধুর] নামক শব্দটি তার কাছে স্প্যানিশ ভাষার সবচেয়ে প্রিয় শব্দ। | このビデオで彼女はなぜ”mellifluous(なめらかな、蜂蜜のような)”というスペイン語が好きなのか説明している。 |
18 | অনেকে হয়ত মেক্সিকোর অভিনেতা গেল গার্সিয়া বার্নেল স্মরণ করতে পারেন, ইনি হচ্ছেন মোটর সাইকেল ডায়রি নামক ছবির সেই চে গুয়েভারা, আবার মাইকেল গনড্রাই-এর ছবি “দি সায়েন্স অফ স্লিপ”; ছবির, খ্যাপাটে স্টেফান। এই উদ্যোগের প্রেক্ষাপটে, তার প্রিয় স্প্যানিশ শব্দ হচ্ছে “কুইরেটারো” (মেক্সিকোর একটি শহরের নাম- যার আরেক অর্থ- নীল উভচরদের আবাসস্থল)। | メキシコ人俳優ガエル・ガルシア=ベルナル を『モーターサイクル・ダイアリーズ』のチェ・ゲバラとして、あるいは『恋愛睡眠のすすめ』のエキセントリックなステファンとして覚えている人がいるかもしれない。 |
19 | তার এই প্রিয় শব্দ তার প্রতি সেই সব ব্যবহারকারীদের সমর্থন এনে দিয়েছে যারা এই শব্দটিকে ভোট দিয়েছে। তার এই শব্দের সপক্ষে হাজার খানেক ভোট পড়েছে। | このコンテストで、彼の好きな言葉”Querétaro(ケレタロ、メキシコ中央部の州)”は何千もの票を集め支持された。 |
20 | স্প্যানিশ বাবুর্চি ফেররান আদ্রিয়াকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাবুর্চি হিসেবে বিবেচনা করা হয় এবং তার রেস্টুরেন্ট এল বুলিকে সৃষ্টিশীল খাবার তৈরি এবং রান্নার সেরা তালিকায় রাখা হয়েছে। মূলত খাবারের উপাদানকে নতুনভাবে বিন্যাস করা এবং স্বাদকে অক্ষুন্ন রেখে খাবারের চেহারায় পরিবর্তন আনার কারনে সে তার এই সম্মান অর্জন করেছে । | スペイン人シェフのchef Ferran Adria フェラン・アドリア は世界最高のシェフと考えられており、彼のレストランであるエル・ブジは食材と調理法に対する革新的なアプローチ によりトップの座を占めている。 |
21 | এই ক্ষেত্রে তার বেছে নেওয়া শব্দ দৃশ্যত খাবার এবং রান্নার প্রতি তার মনোভাব তুলে ধরছে। | そのアプローチとは、味わいを維持しながら個々の素材を脱構築し質感を変換させるというものだ。 |
22 | তার প্রিয় শব্দ হচ্ছে আত্মা (সোল)। পেরুর লেখক মারিও ভার্গাস ইয়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। | 彼が選んだ言葉 “Soul(魂)”は食材と料理に対する彼のアプローチを反映しているように見える。 |
23 | অবশ্য এই দশক প্রায় সবসময় এই পুরস্কারের তালিকা তার নাম থাকত। | ペルー人の作家マリオ・バルガス=リョサは何十年にも渡って継続的にノミネートされてきたノーベル文学賞を2010年に受賞した。 |
24 | তার রাজনৈতিক জীবন এবং উদ্দীপনা অনুসারে, সারভেন্তাস ইনিস্টিটিউট-এর এই উদ্যোগের জন্য তার বেছে নেওয়া শব্দ হচ্ছে “স্বাধীনতা”। | 彼がセルバンテス文化センターのために選んだ言葉は “liberty(自由)”で、自身の政治的経歴と強い願望に拠っている。 |
25 | অন্যান্য ব্যক্তিত্ব যেমন, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাস, গায়ক আলেজান্দ্রো সানজ, গায়কা চেয়ানে, লেখিকা ইসাবেলা আয়েন্দে, অন্যদের সাথে তাঁদের পছন্দের শব্দটি প্রকাশ করেছেন। | 俳優のアントニオ・バンデラス、歌手のアレハンドロ・サンスやチャヤン、作家のイサベル・アジェンデなどその他の有名人もそれぞれの好きな言葉を携えてこの企画に参加している。 |
26 | এই লিঙ্কের মাধ্যমে আপনারা মনোনীত শব্দ দেখতে পাবেন এবং আপনার শব্দটিকে ভোট দিন নামক এই লিঙ্কের মাধ্যমে আপনার পছন্দের শব্দটিকে ভোট দিতে পারবেন। | このリンク Vote Your Wordからエントリーを確認して、好きな言葉に投票できる。 |
27 | এই বছর ১৮ জুন ২০১১ তারিখে উদযাপন হতে যাওয়া এবং একই সাথে গতবছর পালিত হওয়া অনুষ্ঠানের ছবি আপনার তাদের ফ্লিকার পাতায় দেখতে পাবেন। | 6月18日の祝典に向けた準備と過去のイベントの様子は Flickr pageから見ることができる。 |