# | ben | jpn |
---|
1 | কাজাখস্তান: ব্লগাররা ধর্ম নিয়ে আলোচনা করছে | カザフスタン:ブロガーが宗教を論じる |
2 | যেহেতু কাজাখস্তানের কোন সুনির্দিষ্ট ধর্মীয় নীতি নেই, কাজেই সেখানে এটাই প্রথা যে, সকলে তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুসারে ধর্ম পালন করতে পারে। | カザフスタンは明確な宗教政策を持たないため、誰もが自分の信条を持つ権利があるというのが当たり前になっている。 20年前と同様、誰もこの数多くの見方を気にしていない。 |
3 | এখন থেকে কুড়ি বছর আগে হিসেবটা অনেকটা এই রকম ছিল, এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ মাথা ঘামাত না, যার প্রমাণ হচ্ছে ধর্ম এবং ঐতিহ্য নিয়ে বিতর্ক, সম্প্রতি যা ব্লগোস্ফিয়ারে ছড়িয়ে পড়েছে। | それは最近ブロゴスフィアに溢れ出た宗教と伝統についての討論からも明らかだ。 ここ数年の間にカザフスタンで人気の、カラゾルバダンスが議論のきっかけになった。 |
4 | কারা ঝোরগা নাচ এই আলোচনায় এক বিতর্ককে উসকে দিয়েছে, যে নাচ দেশটিতে বিগত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছে। | Urimtal Urimalは書いている[カザフ語]:「カラゾルダはただのダンスではない。 |
5 | উরিমাতাল লিখেছে [কাজাখ ভাষায়]: “আমি মনে করি যে কারা ঝোরগা কেবল একটা নাচ নয়, বরঞ্চ এক সামগ্রিক বাস্তবতা যা জাতিকে এক করে। | 国を一体化させる一つの現象だ。 国外に住んでいるカザフ人ですら参加している。 |
6 | এমনকি যে সমস্ত কাজাখ বিদেশে বাস করে তারাও এই নাচে অংশ নেয়। | 政府が海外居住者をお世辞には聞こえないような言葉で表現する時代において、カラゾルダは批判に対する一種の回答になっている。」 |
7 | যখন আমাদের সরকার প্রবাসীদের কথা ততটা সুন্দর ভাবে বর্ণনা করে না, তখন কারা ঝোরগা নাচ সরকারের এই সমালোচনার একটা জবাব প্রদান”। | Orkenはこのトピックについて記事を書いている[カザフ語]: |
8 | এই বিষয়ে অরকেন একটি পোস্ট লিখেছে [কাজাখ ভাষায়]: | 「カラゾルダはモンゴルやカルムイクの文化に由来するとしよう。 |
9 | বলতে পারেন যে এই নাচের উৎস হচ্ছে মঙ্গোলিয়া অথবা কালমাইকিয়ান সংস্কৃতি, কিন্তু আমরাই এটিকে আমাদের জাতীয় সংস্কৃতিতে পরিণত করেছি। | だが、我々がそのダンスを国家ブランドにしたのだ。 |
10 | মোঙ্গল, চীনা, কিংবা কালমাইয়াকরা এতে কোন আপত্তি প্রকাশ করেনি। | モンゴル人も中国人もカルムイク人も全く反対していない。 |
11 | এ কারণেই আমি মনে করি যে এটা উপেক্ষার এক চিহ্ন, যার দ্বারা আমাদের অনেকের ক্ষেত্রে প্রমাণিত হয় যে তাদের স্মরণশক্তি খুব অল্প, যখন এটা ঐতিহ্যের অংশ কিনা সেই বিষয়ে কথা বলা হয়, অথবা ইসলামকে এর বিরোধী একটা শক্তি হিসেবে প্রদর্শন করা হয়। | 反対していない。 だから我々の多くが伝統のことになると忘れっぽくて、イスラム教を反対勢力として持ち出しさえするのは無知の表れだと思う。」 |
12 | ২০১১ সালের বিশ্ব ইসলামী সম্মেলনে কাজাখস্তান সভাপতিত্ব করবে। | 2011年カザフスタンはイスラム諸国会議機構で議長国を務める。 |
13 | তারপরেও এ দেশে কিছুদিন আগে এক আলোচনা অনুষ্ঠিত হয় [কাজাখ ভাষায়], “সম্ভাব্য এক আইনের বিষয়ে যা মাথায় কাপড় পড়া নিষিদ্ধ করবে” মালিমেটার. | しかしそれほど昔でない時に、スカーフ着用を禁止する法律に関する議論[カザフ語]があった。 |
14 | অর্গ এই সংবাদের বিষয়টি নিশ্চিত করেছে এবং এর কারণ নির্দেশ করেছে অথবা অন্যভাবে বলা সেই কথা গুলো বলেছে, যায় উপ শিক্ষা এবং বিজ্ঞান মন্ত্রী মাহমেদকালি সারবাইয়েভ বলেছেন [কাজাখ ভাষায়]: | Malimetter.orgは報告を確認し、原因を指摘している。 というより文部科学副大臣のマメッタリ・サルブイェフが行っている[カザフ語] |
15 | তিনি ব্যাখ্যা করেছেন, “কাজাখস্তান একটি বহুবিধ-ধর্মীয় চিন্তা ভাবনার দেশ। | 「カザフスタンは多信条国家である。 |
16 | যদি আমরা আজ জনগণকে হেজাব পরার অনুমতি প্রদান করি, তাহলে আগামীতে একটি ক্লাশে ৩০ জন ছাত্রছাত্রী ভিন্ন কোন পোশাক পরে উপস্থিত হবে- তা ভালো কোন কিছু বয়ে আনবে না।“ | ヒジャーブを着ることを許してしまえば、明日は一クラスの30人の生徒が何か違うものを身に着けて現れるだろう。 |
17 | তিমুর লিখেছে, যেহেতু সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, তাই এই আইনটি সাংবিধানিক আইন হবে না [কাজাখ ভাষায়]: | それでは何もよいことはない。」 と説明している。 |
18 | এই মুহূর্তে যা ঘটছে, তাতে সব কিছু প্রদান করা হয়েছে, আমি মনে করি না আমাদের কর্তাব্যক্তি এবং মন্ত্রীরা এতটা অসচেতন নয় যে, তারা বুঝতে পারছে না, তারা আইনের বিরুদ্ধে যাচ্ছে। | Timurrは憲法は宗教的表現の自由を保証しているので、その法律は違憲だと書いている。[ カザフ語] |
19 | কিন্তু ঘটনা যদি এমনটা হয়, তাহলে তারা তা করছে কেন? | 「今起きていることをすべて考えると、役人や大臣は自分たちが法律に違反しようとしていることに気づいていないことはないと思う。 |
20 | মূল লেখাটি নিউইউরাশিয়া. | しかしもし気づいているのなら、なぜそうしようとするのだろうか。」 |
21 | নেটে প্রকাশিত হয়েছে | neweurasia.netに掲載されている。 |