# | ben | jpn |
---|
1 | রাশিয়া: ব্লগাররা নির্বাচনে জালিয়াতি ধরিয়ে দিয়েছে | ロシア:ブロガーたちが選挙の不正を暴く |
2 | রাশিয়ার ৭৬টি অঞ্চলের মানুষ গত ১৪ই মার্চ ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিল স্থানীয় মেয়র আর আইন প্রতিনিধি নির্বাচনের জন্য। | 3月14日、ロシアの76の地方で市長ならびに地方議会議員を選ぶ選挙が行われ、ロシア市民は1票を投じるべく投票所へ赴いた。 |
3 | শাসক দল ‘ইউনাইটেড রাশিয়া' প্রার্থীরা এই নির্বাচনের বেশীরভাগ ক্ষেত্রে জিতেছিল। | 与党の「統一ロシア」はこれらほとんどの地方で勝利したが、同政党の勝利は確かなものではなかった。 |
4 | তবে, ক্ষমতাসীন দলের বিজয় পূর্নাঙ্গ ছিলনা: ইরকুটস্ক এ মানুষ বিরোধী প্রার্থী ভিক্টর কোন্ড্রাশভকে বেশী পছন্দ করেছিল কিন্তু এটাই একমাত্র ক্ষেত্র ছিল। বাড়তে থাকা বিরোধিতা সত্ত্বেও (যেমন ইরকুটস্ক, কালিনিনগ্রাদ, মস্কো আর অন্যান্য জায়গায়), ‘ইউনাইটেড রাশিয়া' তার প্রভাব বজায় রাখতে পেরেছিল রাশিয়ার সকল আঞ্চলিক আইন পরিষদ আর নগর প্রশাসন অফিসে। | というのも、唯一の例外としてイルクーツクでは市民は与党対立候補のヴィクトル・コンドラショフを選んでいるものの、対抗勢力が(イクルーツク、カリーニングラード、モスクワなどで)増えているにも関わらず、連邦構成体の議会選挙、市議会選挙ともに「統一ロシア」はかろうじてその支配的地位をすべての地域で維持しているのだ。 |
5 | এই ধরনের ‘রাজনৈতিক স্থিরতার' একটা রহস্য (রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম ছাড়া) হচ্ছে তথাকথিত বহুল ব্যবহৃত জালিয়াতির প্রক্রিয়া যা নির্বাচনের সময়ে দলের সদস্য আর সরকারী কর্মকর্তা সবাই ব্যবহার করে। | このような「政治の安定性」の秘訣のひとつは、党員や公務員によって選挙中に用いられるあらゆる疑わしい不正テクニックである。 |
6 | এটি প্রথম নির্বাচন ছিল যেখানে ওয়েব ২. ০ প্রযুক্তি এই বিষয়টি তুলে ধরতে সাহায্য করে। | ブロガーたちは、不正の証拠を携帯電話のカメラを使って収集し、それらをオンラインで公表した。 |
7 | ব্লগাররা তাদের মোবাইল ফোন ক্যামেরা দ্বারা জালিয়াতির ছবি তুলে তা অনলাইনে প্রকাশ করে দিয়েছে। বিশেষ করে নির্বাচন পর্যবেক্ষন এসোসিয়েশন ‘গোলোস' (একটি কণ্ঠ) এর সদস্যরা বেশ কার্যকর ছিল নির্বাচনের স্বচ্ছতা আর জালিয়াতি তুলে ধরতে। | 日本語の「声」を意味する「Golos」という名前の選挙監査委員会のメンバーたちは、選挙の透明性を向上させ、不正をさらすことにとりわけ積極的で、誰でも不正に関する報告を投書することができる不正ホットラインサイト「88003333350.ru」を設けている。 |
8 | এই এসোসিয়েশন একটি জালিয়াতি হটলাইন ওয়েবসাইট “88003333350.ru” স্থাপন করেছে যেখানে যে কেউ জালিয়াতির রিপোর্ট দিতে পারবে। | 今のところ、561件の不正に関する報告が記録されている。 |
9 | এই পর্যন্ত, ৫৬১টি জালিয়াতির কেস দাখিল করা হয়েছে। জালিয়াতি হটলাইন www. | アンチ不正ホットライン, 88003333350.ru |
10 | 88003333350.ru টেলিফোনে ভোট: ইয়েকাতেরিনবুর্গ, সভের্দলোভস্ক এলাকা | 電話投票、スヴェルドロフスク州エカテリンブルグにて ブロガーleonwolfは、ある地方テレビ番組に関する記述に1章分を費やしている。 |
11 | ব্লগার লিওনউলফ স্থানীয় টিভি প্রোগ্রাম ধারন করেছেন যেখানে স্থানীয় নির্বাচন কমিটির প্রধান মানুষকে আহ্বান করছিলেন একটা ফোন লাইনের মাধ্যমে ভোট দেয়ার জন্য কোন কাগজে সই না করে (যেটা বেআইনি)। | その番組は地方選挙委員会の委員長が有権者に、電話線を使い、書類にサインすることなく(不法に)投票することを呼びかけるという内容のものである。「 |
12 | “আপনারা শুধু ফোন করতে পারেন, পাসপোর্টের বিবরণ দিতে পারেন আর এটা যদি ডাটাবেসের সাথে মেলে আপনার ভোট গণনা করা হবে,” টিভিতে নির্বাচন কমিটির প্রধান বলেছেন। | ただ電話をかけて、パスポートの詳細を伝えればよいのです。 |
13 | প্রটোকল পুনর্লিখন: স্টানিটসা দিন্সকায়া, ক্রাস্নোদার এলাকা | その情報がデータベースと一致すればあなたの投票は完了です。」 |
14 | রাশিয়ার বিরোধী সংবাদপত্র নোভায়া গ্যাজেট একটি ভিডিও পোস্ট করেছে যেখানে স্থানীয় নির্বাচন কমিটির একজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে সে আবার লিখছিল নির্বাচনের প্রোটোকলটিকে (একটা নথি যেখানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেয়া থাকে)। | |
15 | আত্মীয়ের জন্য ভোট: ইয়েকাতেরিনবুর্গ | 同委員長はテレビでこのように語っていた。 |
16 | নীচের ভিডিওতে দুইজন মহিলা স্বীকার করছেন তাদেরকে নির্বাচন কেন্দ্রে আনা হয়েছিল তাদের বাবা মার ভোট দেয়ার জন্য (যারা সম্ভবত নির্বাচন কেন্দ্রে নিজে আসতে পারছেন না)। | 議定書の書き直し、クラスノダール地方スタニーツァ ディンスカヤにて ロシアの反与党色の強い「ノヴェヤ・ガゼータ」紙は、地方議員会の役員が不正に選挙の最終結果を示す書類である選挙議定書を書き直しているビデオを公開した。 |
17 | এমন প্রক্রিয়া ঠিক আছে যদি ব্যক্তির কাছে অনুপস্থিত ভোটারের ব্যালট থাকে। কিন্তু এই দুই মহিলা, আর তার সাথে পুরো বাসে (যা পিছনে দেখা যাচ্ছে) তাদের ‘সহকর্মীদের‘ কাছে তা নেই। | 家族分の投票、エカテリンブルグにて 下のビデオでは二人の女性が、自分たちの(おそらく自分たちでは投票所に行くことができなかった)両親の分の投票をするために投票所に連れて行かれたことを告白している。 |
18 | আর তার পরেও তাদেরকে ভোট দিতে দেয়া হচ্ছে। | このような行為は、もし欠席投票用紙を持っていれば合法である。 |
19 | বলা বাহুল্য যে তাদের যাতাযাতের খরচ স্থানীয় সরকার দিয়েছে, আর নির্বাচনের পরে চারপাশে ঘুরে বেড়ানোর অর্থও। | しかし、この女性たちはその他のすべての(ビデオの背景に見える)バスの同乗者たちと同様に、その欠席投票用紙を持っていなかった。 |
20 | গণ প্রাথমিক ভোট: ইভানোভা | にもかかわらず、投票を彼らは許可されていたのだ。 |
21 | সব থেকে জনপ্রিয় জালিয়াতি হচ্ছে প্রাথমিক ভোট। | 彼らの交通費や選挙の後の観光旅行の費用が自治体から支払われていたのは言うまでもなかろう。 |
22 | এটা সেনা সদস্য, পুলিশ আর মাঝেমাঝে ছাত্রদের মধ্যে চর্চিত হয়ে থাকে। | 集団予備投票、イヴァノヴォにて 一番主流な不正テクニックは予備投票に関するものである。 |
23 | অন্য কথায়, স্থানীয় কর্তৃপক্ষ চেষ্টা করে যতো জন সম্ভব মানুষকে একত্র করার, বিশেষ করে তাদের উপরে জোর দেয়ার রাস্তা যদি থাকে। | これは、軍人、警察官、もしくは学生の間で行われている。 |
24 | ছাত্রদের জন্য জোর দেয়ার রাস্তা অনেক যেমন নম্বর, স্কলারশিপ, কোন পরীক্ষা পাশের ক্ষমতা ইত্যাদি। | 言い換えれば、地方自治体が、特にあらゆる圧力をかける手段がある場合に、できるだけ多くの人を動かそうとしているのである。 |
25 | ব্লগার ভাইটালিটি-আভেরিন এমন ঘটনা ব্যাখ্যা করার জন্য এই ভিডিও পোস্ট করেছেন: | 学生に対しては、こういった圧力の方向性というのは多岐にわたり、たとえば成績、奨学金、試験の評価などである。 |
26 | এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা ছাত্রদের অনুপস্থিতি দেখছেন, যেখানে ছবিতে দেখা যাচ্ছে কলেজের হলে অনেক লোক। | ブロガーvitaliy-averinは以下のような出来事を示すために、下のビデオを投稿した。 |
27 | ব্যালট ঢোকানো: আস্ত্রাখান | これらの写真からわかるように、学生の群れが大学のホールに集まっているのにもかかわらず、ビデオの中では女性が学生の欠席の確認をしている。 |
28 | এই ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন ব্যালট বাক্সে অনেক ব্যালট পুরছে। | 投票用紙の投入 このビデオは、投票用紙の束を投票箱に押し込んで、票を追加している二人の女性役員をとらえている。 |
29 | এই সমস্ত ঘটনা রাশিয়ার বর্তমান নির্বাচন প্রক্রিয়ার অবস্থা দেখাচ্ছে। | すべてのこのようなケースはロシアの選挙システムの現在の状況を代表するものである。 |
30 | শাসক দলের প্রভাব অনেক বেআইনি কাজের উপরে ভিত্তি করে যার ফলে ‘আশানুযায়ী' নির্বাচনের ফল হচ্ছে। | 与党の支配は、期待通りの選挙結果を導き出す数多くの不正行為の下に成り立っている。 |
31 | একই সময়ে, এটা রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে যেটা তার রাজনৈতিক পথ পরিচালনায় ব্যর্থ এই ধরনের অগনতান্ত্রিক আর বেআইনি পন্থা ছাড়া। | 同時に、このような事実は、上に挙げたような非民主主義的で不法なやり方なしでは政治的方向を導き出すことができないロシアの政治システムの弱さを反映している。 |
32 | কিন্তু ব্লগাররা যত শক্তিশালী হচ্ছে আর জালিয়াতির প্রমান যতো কার্যকরভাবে রাশিয়ার নেটিজেনদের মধ্যে বিতরন করা হচ্ছে, একটা মুক্ত আর ন্যায় নির্বাচন দেয়ার সরকারের ব্যর্থতা কেবল কল্পনা নয়, সত্যিকারের সমস্যা। | しかし、ブロガーたちがますます精力的になり、不正の証拠が効果的にロシアのネチズンたちの間で伝えられるにしたがって、自由で平等な選挙を実行することができていないという政府の非は実質的ではなく現実的な問題として問われることになるだろう。 |