# | ben | jpn |
---|
1 | ভিডিও: কোস্টা রিকান শিল্পী ফাইন আর্টের ক্লাসিক ডিজাইন নিয়ে কাজ করেছেন | ビデオ:コスタリカのアーティストによるファイン・アートの解釈 |
2 | কোস্টা রিকান একজন কার্টুনিস্ট আর শিল্পী ফ্রান্সিস্কো মুঙ্গুইয়া বিভিন্ন ফাইন আর্ট ক্লাসিক ডিজাইনকে বিশ্লেষন করেছেন আর বর্তমানে কোস্টা রিকান শিশুদের জাদুঘরে একটি প্রদর্শনী করছেন। | コスタリカの子ども博物館では、コスタリカのカートゥーン作家/アーティストのフランシスコ・ムンギア(Francisco Munguia)による、ファイン・アートを解釈した作品が展示されている。 |
3 | তবে আপনাকে কোস্টা রিকা পর্যন্ত যেতে হবে না তার কাজ দেখতে: এটা গ্যালারি স্টাইলে প্রেজেনটেশন হিসেবে ইউটিউবে আপলোড করা আছে। | でも、彼の作品はギャラリー・スタイルでYouTubeにアップロードされているので、コスタリカまで足を運ぶ必要はない。 |
4 | মুঙ্গুইয়া ডিজে পাল্প চ্যানেলে তিনি তার বেশ কিছু এনিমেশন আপলোড করেছেন আর তার সাথে জাদুঘরে তার প্রেজেন্টেশনের প্রচারণার ক্লিপ: | MunguiaDJPULP channelでは、多数のアニメーションのほか、展覧会の宣伝クリップを観ることができる。 |
5 | কোস্টা রিকাতে মুঙ্গুইয়া পরিচিত হয়েছেন ম্যুরালিস্ট হিসাবে: তার শিল্পকর্ম “অক্ষর আর সংখ্যার কার্নিভাল” বর্তমানে কোস্টা রিকার সব থেকে বড় ম্যুরাল, আর তার শিল্পকর্ম সান জোসে এর বিষাদ্গ্রস্ত এলাকার দেয়ালেও শোভা পায়। | ムンギアは、コスタリカで壁画家として地位を確立している。「 数字と文字のカーニバル」は、コスタリカでは最大規模の作品だし、ムンギアの作品はサンホゼの最も貧しい地域の壁を飾る。 |
6 | তার অন্য চ্যানেল মুঙ্গুইয়া ভিলাল্টায় প্রকাশিত নীচের ভিডিওতে, তিনি ম্যুরাল আকঁবার প্রক্রিয়া রেকর্ড করেছেন যেখানে আপনারা কমিউনিটির অংশগ্রহণ দেখতে পারেন। | MunguiaVillaltaでは、 地域住民と一緒に壁画制作に取り組んでいる様子が見られる。 壁画はペットの正しい畜産を訴えていて、コスタリカ動物保護協会(ANPA)の支援のもとに実施された。 |
7 | তারা তাদের পাড়ার দেয়াল ভরিয়ে দিচ্ছে পোষা প্রানীর জন্য প্রাণীর ব্যবস্থাপনার প্রচারণা করে বার্তা দিয়ে, যা কোস্টা রিকার প্রাণী রক্ষা সোসাইটির (এএনপিএ) সাহায্যে করা হয়েছে। | ANPAとは、他にもいろいろな活動をしていて、協会が運営する動物保護施設を支えるために販売しているTシャツやカレンダーのグッズのイラストレーションなども手掛けている。 |
8 | তিনি এএনপিএর সাথে বেশ কিছু কাজ করেছেন, টি-শার্ট, ক্যালেন্ডার আর এসোসিয়েশনের অন্যান্য জিনিষে ডিজাইন আঁকার মাধ্যমে প্রচারণা করেছেন তাদের ব্যবস্থাপনায় রাখা প্রানীদের আশ্রয়কেন্দ্রের জন্য টাকা তুলতে। | このビデオは、Los Guido地区の壁画だ。 Los Cuadrosで制作された壁画: |
9 | নীচের ভিডিওতে লস গুইডো এলাকার একটা ম্যুরাল: | コマ撮りのアニメーションもアップロードしている。 |
10 | নীচের ম্যুরাল লস কুয়াদ্রোসে আঁকা হয়েছিল: | 例えば、この最後のビデオはドッグフードを使ったアニメーションだ。 |
11 | তার চ্যানেলে স্টপ মোশন আর এনিমেশন ভিডিও ও আছে, যেমন এই শেষেরটা কুকুর নিয়ে, যা স্টপ মোশন এনিমেশনে করা হয়েছে কুকুরের খাবার কিব্বেল দিয়ে। | フランシスコ・ムンギアは、アーティスト集団La Casa de la Palmera(椰子の木の家)の一員として活動している。 |
12 | ফ্রান্সিস্কো মুঙ্গুইয়া সমবেত শিল্পীর দল লা কাসা দে লা পাল্মেরা (পাল্ম গাছ বাড়ীর) অংশ, আর তাদের কাজের ব্যাপারে আরো আপনি জানতে পারেন তাদের ব্লগে। | 詳しくは、ブログ(スペイン語)にて。 |