# | ben | jpn |
---|
1 | মিশরিয় নারীদের সাথে ঝামেলা নয় | エジプトの女たちを甘く見るな! |
2 | ম্যারিয়ানি গাব্বানি হলেন মিশরে অবস্থানরত একজন কানাডিয় প্রবাসী ব্লগার। তিনি তাঁর ব্লগে একটি নতুন পোস্ট করেছেন যার শিরোনাম হলো, “মিশরিয় নারীদের সাথে ঝামেলা নয়”। | カナダ人でエジプト駐在のブロガー、マリアン・ガッバー二は、「エジプトの女たちを甘く見るな (Don't Mess With Egyptian Women)」と題される新しい記事をブログに公開した。 |
3 | তিনি যে গ্রামে বাস করেন সেখানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটি গল্পের কথা ব্লগ পোস্টটিতে উল্লেখ করেছেন। | その記事の中で、彼女が現在滞在している村で起こった、2つの出来事について語っている。 |
4 | তাঁর গ্রামের নারীদের দেখে যে ধারণা হয়েছে তা দিয়ে তিনি তাঁর গল্প শুরু করেছেনঃ | 彼女はこの出来事を語るにあたって、まず村に住む女性達についての自分なりの観察を述べている。 |
5 | আমার এলাকার নারীদের আমি গভীর ও বিনম্র শ্রদ্ধা জানাই। | 私は、この地域の女性を深く尊敬し続けている。 |
6 | ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতেও তাঁরা তাঁদের খামার, পরিবার ও ঘরের যত্ন করেন। | 彼女らはとても厳しい状況の中、家族の世話をし、農場の手入れをしているが、笑顔を絶やしたことがない。 |
7 | কিন্তু কখনোই তাঁদের মুখের হাসি ও সাদর সম্ভাষণ ফুরায় না। | 挨拶を忘れず、他人にはいつも助けの手を差し伸べている。 |
8 | অন্যের দুঃসময়ে হাত বাড়িয়ে দিতেও তাঁরা পিছপা হন না। | この女性達は、家族の要である。 |
9 | তাঁরা তাঁদের পরিবারের জন্য ইস্পাত স্বরূপ। | この要素はこの国において、宗教的かつ伝統的な信念である一方で、彼女たちはとてもおおらかで友好的である。 |
10 | যখন এই হচ্ছে দেশটির ঐতিহ্যগত এবং কঠোর ধর্মীয় বিশ্বাসের একটি অংশ, তখন এই নারীরাই আবার খুব বন্ধুভাবাপন্ন ও সহজেই সব কিছু মানিয়ে নিতে সক্ষম। | この女性達は、まったくもって慣習的でない、初老のカナダ人の私にとって、いつも喜びと笑いを与えてくれる。 |
11 | আমার মতো অতি ঐতিহ্যহীন বয়স্ক একজন কানাডিয় নারীর কাছে তাঁরা সবসময়ই হাসি ও আনন্দের যোগানদাতা। | そして、ムスリム同胞団支配に反対している近隣住民の多くから聞いた、この1つめの出来事をマリアンは次のように述べている。 |
12 | তাঁর প্রতিবেশীদের অনেকেই যারা মুসলিম ব্রাদারহুডের শাসন সমর্থন করেন না তাঁদের কাছ থেকে শোনা গল্পটি তিনি বলছেনঃ | ある近隣住民から聞いたことだ。 |
13 | একজন প্রতিবেশী আমাকে বললেন প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভ প্রদর্শনের জন্য কীভাবে প্রতিবাদকারীদের বাসে করে হেলিওপোলিস (কায়রোর একটি এলাকা) নিয়ে যায়। | 2週間程まえに、首相官邸で行われた抗議デモは、ついに暴力的になったが、かの抗議デモの参加者をヘリオポリスまで運ぶシャトルバスが、この村へ来た時のことだ。 |
14 | প্রাসাদটি কয়েক সপ্তাহ আগে রক্তাক্ত হয়ে উঠেছিলো। | 私の周りの多くの母親たちはこぞって、自分の息子たちに言った。 |
15 | আমার চারপাশের কয়েকজন মা তাঁদের ছেলেদের জানালেন, যদি কেউ বাসটি শহরের ভিতরে নিয়ে যেতে চায় তাহলে তাঁরা তা করতে পারে। কিন্তু সেখানে ফিরে আসা যাবে না। | バスに乗って町まで行きたいならそうすればいいが、村に帰ってくることは考えるな、と。 |
16 | পরের গল্পটি আট জন সদস্যের একটি ছোট নতুন ধর্মীয় দল সম্পর্কে। তাঁরা স্থানীয়দের আরও “উপযুক্ত” ভাবে আচরণ করা শেখাতে চেয়েছিল। | 次の話は、宗教的に、もっと「ふさわしい」マナーを地元民に伝えようとやってきた、8人からなる小さな宗教的グループについてである。 |
17 | ম্যারিয়ানি বলেছেনঃ | マリアンは次のように述べる。 |
18 | দৃশ্যত: তাকফির ওয়াল হিগরা (সমাজচ্যুত ইহুদিদের মিসর থেকে প্রস্থান) দলটি আমাদের এলাকায় স্থানীয় লোকেদের আরও “উপযুক্ত” আচরণ শেখাতে কার্যক্রম শুরু করে। সংক্ষিপ্ত গালাবেয়াস (ঐতিহ্যবাহী পোষাক) পরা অবস্থায় তাঁদেরকে রাস্তায় হাটতে দেখা যেত। | Takfir wal Higra [en](破門と退去)と呼ばれるグループが地元民がもっと「ふさわしく」行動できるよう、指導するため、地域に引っ越してきたそうだ。 |
19 | তাঁরা একটি মসজিদে ধর্মপ্রচারের কাজ শুরু করে এবং সুসংগঠিত হওয়ার জন্য আবু সারে একটি অফিস নেয়। এক সপ্তাহ বা তার কিছু আগে ঐ আটজনের দলটি আবু সারের প্রধান সৌক (উন্মুক্ত বাজার) এ গিয়েছিল। | 彼らは短いガラビア(伝統衣装)を着て道を歩き、伝道のためにモスクを占領し、運動の企画をするためにオフィスをアブシールに構えた。 |
20 | সেখানে ঢোকার সময়ে তাঁরা খেয়াল করেন, একজন মহিলা তাঁর সন্তানকে পাশে নিয়ে বসে আছেন। | 1週間ほど前、8人の男たちがアブシールのメイン・スークへ行ったときのことだ。 |
21 | গালাবেয়ারের ফাঁক দিয়ে তাঁর পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে। | 彼らは一人の女性が道に座り、商品を売っているのを見た。 |
22 | খুবই রুঢ়ভাবে মহিলার পায়ে লাথি মেরে তাঁরা তাঁকে পা ঢাকতে ও আরও বেশী শালীন হতে বলে। | その女性の足が少しガラビアから出ているのを男たちは見て、彼らは彼女の足を蹴り、彼女に足を隠して、礼儀正しくしろと命じた。 |
23 | এটি ছিল একটি বিরাট ভুল। | この女性はスークの頭であり、この地域でも何千人に及ぶ一族のうちの一人だったからだ。 |
24 | কারণ যার সাথে এই ঘটনা ঘটেছিল সেই মহিলা ছিলেন সৌকটির নারীদের প্রধান এবং এই এলাকার একটি জনবহুল গোষ্ঠীর কয়েক হাজার সদস্যের একজন। | 彼女、そして、ちょうどマーケットに居合わせたそのほかの女性たちは、その8人の男たちを叩きのめし、それによって、男たちは病院に行かなければいけないほどであった。 |
25 | তিনি সহ অন্যান্য মহিলারা একত্রে বাজারে সেই আটজন লোকের উপর আক্রমণ করেন। | 8人の男たちはこの事件を警察に届けようとしたが、警察は女たちに逆らうことなど到底できない…おまえ達は正気なのか?? |
26 | তাঁরা তাঁদের এতোটাই মারধর করেন যে শেষ পর্যন্ত তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। | と言い、それを拒否した。 |
27 | এর জন্য লোকগুলো পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ তাঁদের মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে বলে, তাঁরা সেই নারীদের সমর্থন করে… লোকগুলো কি পাগল? তাই আবু সারের তরুণেরা এখন সেই অফিসটাকে চা পানের জন্য ব্যবহার করে। | 結果、男たちが作った事務所は現在、アブシールの若者達のティールームとして使われており、モスクでは、もう、原理主義者による説教が行われることはない。 |
28 | সেই মসজিদটিতে এখন আর মৌলবাদী বক্তৃতা প্রদান করা হয় না। | Takfirの男たちの姿もしばらく誰も見かけていないとのことだ。 |
29 | এর পরে তাকফির দলটিকে কেউ আর কিছু সময়ের জন্যও দেখতে পায়নি। | マリアンは彼女の記事を以下のように、締めくくっている。 |
30 | তিনি তাঁর পোস্টটি শেষে করেছেন নিচের বিষয়টি নিশ্চিত করেঃ | もし誰かが、エジプト内のイスラム原理主義者たちを追い出すために誰を支援すべきかと考えているのなら、答はこの通りだ。 |
31 | মিশরের ইসলামপন্থিদের হাত থেকে পরিত্রাণ পেতে কাকে সমর্থন করতে হবে এটা ভেবে যদি কেউ হতাশ হন, তবে তাঁর জন্য উত্তর আছে। | エジプトの女性達は私があった女性達の中でも最もたくましい。 |
32 | আমি এ পর্যন্ত যতো শক্তিশালী নারী দেখেছি তাদের মধ্যে মিশরের নারীরা অন্যতম। | 校正: Kanako Hasegawa |