# | ben | jpn |
---|
1 | ভিডিওঃ ব্রাজিলে এক শিশুর নিরামিষ ভোজনের জ্ঞানের ভিডিও ছড়িয়ে পড়েছে | 動画:菜食主義の3歳児が世界を感動させる |
2 | তিন-বছর বয়সী লুইজ এন্টনিও - এর একটি ইউটিউব ভিডিও আছে যেখানে সে তাঁর মাকে ব্যাখ্যা করছে, কেন সে দুপুরের খাবারে অক্টোপাসের নচ্ছি খেতে চায় না। | [リンクはすべてポルトガル語のページ] |
3 | ভিডিওটি বর্তমানে সারা বিশ্বজুড়ে সর্বাধিকবার দেখা ভিডিও - এর খেতাব জিতেছে। | 3歳の男の子、ルイス・アントニオ君がお母さんにどうしてタコのニョッキのランチを食べたくないのかを説明しているYouTubeの動画が、ネット上で最新の世界ヒットとなっている。 |
4 | ব্রাজিলের ছোট বাচ্চাটি তর্ক করছে, সে মাংশ খেতে পছন্দ করে না। | このブラジルの幼児は、肉を食べたくないと言い張っている。 |
5 | কারন, “আমরা পশুদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়” এবং বলেছে, সে প্রাণীদের জীবিত ও সুখী দেখতে ভালোবাসে। | なぜなら、「動物を食べると彼らは死んでしまう」、そして「ぼくたちは動物たちを世話するべきで、食べるものではない」と説明して、動物たちが立って幸せに暮らしているのを見ているのが好きなのだと言っている。 |
6 | সে আরো ব্যক্ত করেছে, আমাদের “তাঁদের খেয়ে ফেলা উচিৎ নয়, তাঁদের যত্ন নেওয়া উচিৎ”। | 2013年5月15日にYouTube上に公開されたオリジナルのポルトガル語版動画は、わずか2週間で約150万アクセスに達した。 |
7 | প্রকৃত ভিডিওটি ১৫ মে, ২০১৩ তারিখে পর্তুগিজ ভাষায় ইউটিউবে আপলোড করা হয়, যা মাত্র দু'সপ্তাহে প্রায় ১,৫০০,০০০ বারের কাছাকাছি দেখা হয়ে গেছে। | 英語版は5月29日に公開され、わずか3日で90万回以上再生された。 菜食を選ぶのは国民の中でもごく一部であるこの国において、この動画はみるみる広まっていき、YouTubeやFacebookで菜食主義について熱い議論を引き起こすこととなった。 |
8 | এটির ইংরেজী সংস্করনটি ২৯ মে প্রকাশিত হয় এবং কেবলমাত্র তিনদিনের মধ্যে তা প্রায় ৯০০,০০০ বারের বেশী দেখা হয়ে গেছে। | カルロス・アウグスト・アンドラージはその理由をこう説明する。 |
9 | এমন একটি দেশ যেখানে খুব সামান্য সংখ্যক লোক নিরামিষভোজী খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেখানে এই ভাইরাসের মতো ছড়িয়ে পরা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে নিরামিষ ভোজন সম্পর্কে একটি উত্তপ্ত বিতর্কের স্ফুলিঙ্গ নির্গত করেছে। | この映像は昨日(2013年5月29日)Facebookで広まった。 これは誰でもが、さまざまな人々と共有できるタイプの動画だよ。 |
10 | কার্লোস অগাস্টো এন্ড্রেড কারনটি ব্যাখ্যা করেছেনঃ | 母親やおばさん、流行に敏感な友人たちや学生時代の知り合いとか…。 |
11 | ভিডিওটি ফেসবুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। | それに、YouTubeやFacebook上でこの動画を菜食主義を論じるために利用してるグループもいる。 |
12 | এটি এমন ভিডিওগুলোর একটি যা সবধরনের মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেনঃ আপনার মা, আপনার খালা, আপনার বন্ধু, যার সাথে আপনি বিদ্যালয় থেকে একত্রে আছেন… এবং যদিও ফেসবুক ও ইউটিউবে কিছু গ্রুপ নিরামিষ ভোজন সম্পর্কে আলোচনা করতে ভিডিওটি ব্যবহার করেছে। | だけど、これがすごく広まった理由は単に、子どもの可愛らしい動画だったからだって、僕たちにはわかる。 その子は年齢のわりに珍しくおしゃべりがうまくて説得力があり、僕たち誰もが止まって考えに没頭するとは限らないようなことについて、深く考えているんだ。 |
13 | আমরা বুঝতে পারছি এটি যে কারনে ছড়িয়ে পরেছে তা হলোঃ একটি ভিডিও যেখানে একটি মিষ্টি বাচ্চা অদ্ভুতভাবে তাঁর বয়সের চেয়ে বেশি বাকপটু এবং এমন একটি বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছে যা আমাদের অনেকের মাঝেই বাধা দেয়ার ও প্রতিক্রিয়া জানানোর মতো প্রভাব বিস্তার করে। | 「ヴェジェタリランゴ」(YouTubeのショー番組「手のかからないベジタリアン料理」)を管理している料理人のフラヴィオ・ジウスチが、自身のFacebookのページで「インターネットを通じすべての人を感動させた小さな男の子」というオマージュ画像を投稿している。 |
14 | “গোলমাল ছাড়া নিরামিষভোজী রান্না” বিষয়ক ইউটিউবের একটি অনুষ্ঠান, ভেজেটারির্যাঙ্গো - এর পুরোভাগের প্রধান পাচক ফ্লাভিও গিউস্টি তাঁর ফেসবুক পেজে “ছোট্ট ছেলেটি, যে ইন্টারনেটে সবাইকে ছুঁয়ে গেছে” শিরোনামে স্নেহ-নিবেদন করে একটি ব্যানার প্রকাশ করেছেন। | このバナー単独で1,145回も共有された。 ルイス・アントニオ君の哲学はこうである。「 |
15 | শুধুমাত্র এই ব্যানারটিকে ১,১৪৫ বারের চেয়েও বেশি বার শেয়ার করা হয়েছেঃ | ぼくたちが動物を食べると彼らは死んでしまうよ。 |
16 | লুইজ অ্যান্টনিও - এর দর্শনঃ “আমরা প্রাণিদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়। | ぼくはそんなの嫌なんだ。 |
17 | আমি এটা পছন্দ করি না। | ぼくは動物たちが足で立って幸せにしているのが好きなんだ。 |
18 | আমি তাঁদের জীবিত দেখতেই বেশি পছন্দ করি। | 彼らを世話しなくちゃいけないんだ。 |
19 | আমাদের উচিৎ তাঁদের দেখাশোনা করা, তাঁদের খেয়ে ফেলা নয়”। | 食べたらだめだよ」 |
20 | শিশুটির কথার সরলতায় অনুপ্রাণিত হয়ে কিছু লোক মাংশ-মুক্ত জীবনধারণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। | この子の言い分の明快さに感化されて、肉無しの食生活を取り入れることに決めた人たちもいる。 |
21 | যেমন ব্লগার ভিভিয়ান জানদোনাদি তাঁর অনেক বন্ধুবান্ধবের সাথেই ভিডিওটি শেয়ার করেছেন। | ブロガーのヴィヴィアーニ・ザンドナジーが動画を共有した友人たちの多くもそうだ。 |
22 | একজন খাদ্য লেখিকা চিন্তায় পরে গেছেন, যদি তাঁর মেয়ে তাঁকে একই ধরণের প্রশ্ন করা শুরু করে তখন তিনি কি করবেনঃ | フードライターの彼女は、自分の娘が同じような質問をするようになった時にどうすればいいのか悩んでいる。 |
23 | আমি উদ্বিগ্ন। | どうしたら良いのか考えちゃうわ。 |
24 | যখন আমার সময় আসবে, যদি কাটা আমাকে খাদ্য শৃঙ্খলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলব, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই। | 自分の番が来た時、もしカタ(カタリーナという名の娘)が食物連鎖の論理に疑問を差し挟むことがあれば、私は何を言ったらいいのかわからない。 |
25 | লুইজ এ্যান্টনিও আমার যুক্তিগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে। | ルイス・アントニオ君はわたしの考えを打ち負かしてくれたわ。 |
26 | ভিডিওটির শেষে লুইজ এ্যান্টনিও - এর মা কেঁদে ফেলেন এবং তাঁর ছেলেকে শুধুমাত্র ভাত ও আলুগুলো খেতে বলেন। | このビデオの最後で、ルイス・アントニオ君のお母さんが感動して涙を浮かべながら米とジャガイモだけを食べるように言っているシーンがある。 |
27 | এসার্টো ডি কন্টাস ব্লগের জন্য গুইলহারমে কারভালহো লিখেছেন, তিনি আশা করেন অন্যান্য বাবা-মায়েরাও তাদের বাচ্চাদের সংবেদনশীলতাকে সম্মান করবেন। | ブログ「アセルト・デ・コンタス」に寄稿したギリェルメ・カルヴァーリョは、他の親たちも子供の感受性を大事にして、うそや短絡的な理屈に頼って子供の考えを変えさせようとするのはやめるよう願っている。 |
28 | তিনি এটাও আশা করেন যে তারা জোর করে বাচ্চাদের মত পরিবর্তন করতে মিথ্যার অবলম্বন করা অথবা নির্বোধের মতো তর্ক করা বন্ধ করবেনঃ | いよいよ、まさにこの2013年に、我が子が動物の肉を食べたがらないそぶりを見せても、同情の気持ちを抑えつけたりだましたりするのはやめるべき時が来たのだ。 |
29 | তাই, ২০১৩ সালে এসে আমাদের শিশুদের সাথে প্রতারণা করা বন্ধ করার সময় হয়েছে। | そのような、無私の、また同情心に満ちた態度に敬意を評し、大いに評価しよう。 |
30 | অন্যের দুঃখে দুঃখ বোধ করার তাদের অনুভূতি, যখন তারা প্রাণী ভক্ষণের আগ্রহ না দেখায় তখন তাদের ইচ্ছাকে দমন করা বন্ধ করার সময় এসেছে। | 菜食主義の子供を持つことはそれほど困ったことではない。 |
31 | চলুন, এই স্বার্থহীনতা এবং অন্যের দুঃখে দুঃখ বোধকে সম্মান করি এবং মূল্য দেই। | 今日では、この選択(訳注:菜食主義)が健康にいいという可能性を示している文献は多方面にわたる。 |
32 | শিশুর নিরামিষভোজী হওয়াটা কোন সমস্যা নয় এবং আজকাল ব্যাপক তথ্য প্রমান রয়েছে, যাতে দেখা যায় এই অভ্যাসটির অনেক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। | ルイス・アントニオ君のビデオはたくさんの人を感動させたが、希望も与えたのである。 |
33 | লুইজ এ্যান্টনিও - এর ভিডিওটি দেখে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং আশান্বিত হয়েছেন। | 校正:Yuko Aoyagi |