# | ben | jpn |
---|
1 | ৬০০ বছরের পুরোনো ওক গাছ বাঁচাতে সার্বিয়া জুড়ে প্রতিবাদ | セルビア:樹齢600年のオークの木を守るため立ち上がる |
2 | ইস্তাম্বুলের গেজি পার্ক উচ্ছেদের পরিকল্পনায় গত কয়েক সপ্তাহ ধরে তুরস্কে চলছে ব্যাপক প্রতিবাদ। একই সময়ে সার্বিয়ার জনগণও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে। | トルコでは、イスタンブールにあるゲジ公園の取り壊し計画によって、この数週間(訳注:原文の掲載日は2013年7月10日)に大規模デモ[en]が起きたが、セルビアの人々も同じような戦いに直面している。 |
3 | সেখানে একটা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। | 幹線道路計画では、中央セルビアにある樹齢600年のオークの木を切り倒すことになっていた。 |
4 | আর এর জের ধরে কাটা পড়তে যাচ্ছে মধ্য সার্বিয়ার ৬০০ বছরের পুরোনো ওক গাছ। | しかし連日の抗議運動の結果、政府は圧力に屈して、オークを保存するように建設計画を修正したようだ。 |
5 | কিন্তু গত কয়েকদিন ধরে প্রতিবাদ কর্মসূচি চলায় সরকার চাপে পড়েছে। এজন্য ওক গাছ বাঁচাতে রাস্তা নির্মাণ পরিকল্পনায় সংশোধন আনা হচ্ছে। | 2013年6月下旬[sr]発表の情報によると、回廊11号建設のため政府は公債で3億4000万ユーロ(約450億円)を確保し、さらに7億ユーロ(約926億円)を見込んでいる。 |
6 | গত জুন মাসের শেষ দিকে খবর বেরোয় করিডর ১১ রাস্তা নির্মাণের জন্য ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ৮৯৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাচ্ছে। | 回廊11号[sr](訳注:汎ヨーロッパ回廊にちなんで名付けられた)は、中央セルビアを縦断する幹線道路で、長い間待ち望まれた戦略上の重要箇所である。 |
7 | উল্লেখ্য, মধ্য সার্বিয়ার সাথে যোগাযোগের সবচে' কৌশলগত রাস্তা হবে এটি। এরজন্য সেখানকার জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল। | ところで、幹線道路がゴルニ・ミラノヴァツ近くのSavinac村にある、樹齢600年のオークの木の場所をまっすぐ通るだろう、ということにセルビア人はすぐに気が付いた。 |
8 | কিন্তু সার্বিয়ার জনগণ শোনে, এই হাইওয়েটা সোজা চলে যাবে। | 計画に反対する動きは速かった。 |
9 | আর এর ফলে গর্নজি মিলানোভেকের কাছে সাভিনেক গ্রামের একটি ৬০০ বছর বয়সী ওক গাছ কাটা পড়বে। | 人々はソーシャル・ネットワーク上で反旗を翻し、すぐにSavinac村やオンライン上での抗議活動を計画した。 |
10 | গাছ কাটার কথা শুনেই জনতা তাত্ক্ষণিকভাবে সোশ্যাল নেটওয়ার্কে প্রতিবাদ জানায়। | 素晴らしい自然の財産であり、歴史的に重要であることに加えて、オークの木を切り倒すと不幸どころか死にいたる、という迷信がセルビア人の間にある。 |
11 | একই সঙ্গে সাভিনেকের রাস্তায়ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। | セルビアの田舎に住む年配者なら、この地方で大いに敬われる自然現象といえるオークの木を、絶対にもてあそぶなと言うだろう。 |
12 | বিস্ময়কর প্রাকৃতিক গুণ এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সার্বিয়ানরা বিশ্বাস করে, ওক গাছ কাটলে দুর্ভাগ্য আসে। এমনকি মৃত্যুও হতে পারে। | このオークの木が回廊11号の道筋にあることを知っていたなら、国会議員と道路建設の担当者は、解決策を見つけていたかもしれない。 |
13 | সরকারের প্রতিনিধি এবং হাইওয়ে নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কড়িডোর ১১ এর যাত্রাপথে পড়া এই ওক গাছের কথা। তারা এর জন্য একটা সমাধান খুঁজে বের করেছেন। | しかし、都市計画・建設省のヴェリミール・イリッチ大臣によると、この問題が事前に彼らの「注意を引くことはなかった」そうだ。 |
14 | কিন্তু সরকারের নগরায়ন এবং নির্মাণ বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির আইলিক এর আগে তারা “মনোযোগ আকর্ষণ করতে পারেন নি” বলে জানান। সার্বিয়ায় সোশ্যাল মিডিয়ায় অতি দ্রুত হাজার হাজার প্রতিবাদী পোস্ট আসতে থাকে। | セルビアのソーシャル・ネットワークは、ツイッターもフェイスブックも、ハッシュタグ#hrast(オーク)を使った市民からの何百もの抗議で、すぐに炎上した。 |
15 | নেটিজেনরা ফেসবুক এবং টুইটারে #ওক হ্যাশট্যাগ ব্যবহার করে এই প্রতিবাদ জানান। “সাভিনাকের প্রতিবাদ মিছিলে অনেককে “আমরা ওক গাছকে বিশ্বাস করি” ব্যানার বহন করতে দেখা যায়। | 「hrast(オーク)は我らのより所」は、Savinacの抗議で多くの人に掲げられ、ソーシャル・ネットワーク上で共有されて、流行の標語になった。 |
16 | এবং এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। ছবিটি ইনস্টিটিউট অব সাসটেইনেবল কমিউনিটি'র ফেসবুকের পেজের সৌজন্যে। | Institute for Sustainable Communitiesのセルビア支部フェイスブック提供の写真。 |
17 | ওক গাছ কাটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা আন্দোলনের আগুন ছড়িয়ে সার্বিয়ার মূলধারা'র মিডিয়াতেও। | |
18 | নগরায়ণ মন্ত্রী আইলাক দ্রুত প্রতিক্রিয়া জানান। ওক গাছ বাঁচাতে সমাধান খুঁজে পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ৬০০ বছরের পুরোনো, ৪০ মিটার উঁচু, ৭. | この大きさのオークの木を無事に移動させるには、十分に準備して、大変な作業や多くの労働者、広い場所が必要となる。 |
19 | ৫ মিটার চওড়া এই গাছটিকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হবে। মন্ত্রীর এই সমাধানে সবাই সমালোচনা করেন। | 理論上は可能だが、誰も経験したことがないので、私は移動がオークの最後になると思う。 |
20 | সমালোচনাকারীর দলে আছে অনলাইন ট্যাবলয়েড পত্রিকা টেলেগ্রাফ। | まったく、無意味だ。 |
21 | তারা সমালোচনা করার পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রকাশ করে: এই ওক গাছের যে সাইজ, তাতে নিরাপদে অন্য কোনো জায়গায় সরিয়ে নেয়া বিরাট কাজের ব্যাপার। | 自身の国のものを庇護する国々であれば、そのような木も舞台背景の「一部」だろう、と植物学者Olja Vasić氏は述べる。 |
22 | এর জন্য যেমন অনেক শ্রমিক লাগবে, তেমনি বিরাট জায়গা এবং সাজসরঞ্জাম ও লাগবে। তাত্ত্বিক ভাবে এটা হয়তো করা সম্ভব। | 大臣とその他の官僚たちが、この問題の別の解決策を探す一方で、Savinacにある木の周りでのデモを市民は計画した。 |
23 | তবে কেউ হয়তো এ ধরনের পরীক্ষায় যেতে চাইবে না, যেখানে আমি বিশ্বাস করি, ওক গাছ সরিয়ে নিলে এটা মারা যেতে পারে। | |
24 | পুরো ব্যাপারটাই বোকামি। মানুষ নিজে থেকেই এর পিছনে এসে দাঁড়িয়েছে। | 6月の終わり頃、木を守るためその周囲に市民は集まりだした[sr]。 |
25 | এমনটাই বলেছেন উদ্ভিদবিজ্ঞানী ভাসিক। সরকারের মন্ত্রী এবং অন্যান্য অফিসাররা যেখানে সমস্যার সমাধান খুঁজছেন, সে সময়ে সাভিনেকে জনতার প্রতিবাদ চলছে। | この土地で生まれたセルビアの詩人ドブリツァ・エリック氏、「セルビアの緑」のような非政府組織(NGO)などが、参加し指揮した。 |
26 | জুন মাসের শেষ দিনে প্রতিবাদকারীরা গাছটি রক্ষা করতে এর চারপাশে জড়ো হতে থাকেন। | デモは「オークを切り倒してはいけない」と呼ばれた。 |
27 | গাছের চারপাশ ঘিরে এই প্রতিবাদ কর্মসূচির উদ্যোক্তা ছিলেন সার্বিয়ার কবি ডোব্রিকা এরিক। | 「セルビアの緑」の活動家は、Savinacにある樹齢600年のオークの木の周りに集まる。 |
28 | তার বাড়ি এই অঞ্চলেই। এছাড়াও “গ্রিন অব সার্বিয়া”র মতো বেসরকারি সংস্থাগুলোও প্রতিবাদ কর্মসূচি পালন করে। | Institute for Sustainable Communitiesのセルビア支部フェイスブック提供の写真。 |
29 | তবে সবার প্রতিবাদ কর্মসূচিতে “ওক গাছ কাটা মানি না” এই স্লোগান প্রতিধ্বনিত হয়। | 抗議は、2013年7月の初めの週末まで続いた。 |
30 | সাভিনাকের ৬০০ বছর পুরোনো ওক গাছ ঘিরে প্রতিবাদ কর্মসূচি পালন করে “গ্রিন অব সার্বিয়া”র কর্মীরা। | |
31 | ছবিটি ইনস্টিটিউট অব সাসটেইনেবল কমিউনিটি'র ফেসবুকের পেজের সৌজন্যে। এই প্রতিবাদ কর্মসূচি চলতে থাকে জুলাই মাসের প্রথম সপ্তাহান্তের ছুটির দিন পর্যন্ত। | この問題を議論する会議は、イビツァ・ダチッチ首相の内閣だけではなく、都市計画・建設省でも開かれ、その後、7月9日にイリッチ大臣はオークの木を守るという公式声明を出した。 |
32 | এদিকে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী আইভিকা ডাসিস-এর সাথে বৈঠকে বসেন নগরায়ণ এবং নির্মাণ মন্ত্রী। | タブロイドの日刊新聞Kurirが、以下のように報道[sr]した。 |
33 | মিটিং শেষে ৯ জুলাই নগরায়ণ মন্ত্রী আইলিক জনগণের উদ্দেশ্যে একটি বিবৃতি দেন। সেখানে তিনি ওক গাছ সংরক্ষণের কথা জানান। | 「鉄筋コンクリート梁によって完全に隔てられているため、アスファルトが根を傷付けることはないし、根がアスファルトを傷付けることもない。 |
34 | ট্যাবলয়েড পত্রিকা কুরির প্রতিবেদন প্রকাশ করে: “রিইনফোর্সড কংক্রিট বিমের মাধ্যমে পিচ পুরোপুরি আলাদা করা হবে। | この方法だと、幹線道路への起こりうる損害が避けられる」とイリッチ氏は述べた。 |
35 | এর ফলে পিচ গাছের শিকড়ের ক্ষতি করতে পারবেন না। আর এভাবে হাইওয়ের ক্ষতি এড়ানো যাবে।” | 多くの国より何百年も昔からあるオークの木と幹線道路は、どちらもセルビアにとって非常に重要だ。 |
36 | বলেছেন আইলিক। হাইওয়ে এবং অনেক জাতির চেয়ে শতবর্ষ পুরোনো ওক গাছ দুটোই সার্বিয়ার কাছে গুরুত্বপূর্ণ। | 幹線道路により、農業と製造業が盛んなセルビアの地方に、必要不可欠な物流の解決が約束される。 |
37 | কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হাইওয়ে সার্বিয়া অঞ্চলের কৃষি এবং উত্পাদনমুখী ব্যবসায় ব্যাপক ভূমিকা রাখবে। | |
38 | তাই সার্বিয়ার জনগণ এই পরিমাণ আত্মত্যাগও করতে পারবে না। | しかしセルビア国民は、これほどまでの犠牲を払う気がないことを示した。 |
39 | ব্লগার জোরান সকিচ ওক গাছের প্রসঙ্গ টেনে বলেছেন, এটা সার্বিয়াকে নাড়া দিয়েছে। | |
40 | তিনি স্মরণ করেছেন মধ্য সার্বিয়া অঞ্চলে পাহাড় আর বনভুমিতে কাটানো ছেলেবেলার কথা। তিনি উল্লেখ করেছেন তিনটি গাছের কথা যা তার জীবনকে অন্যরকম করে দিয়েছে। | ブロガーのZoran Sokić氏は、セルビアを動揺させたオークの木に関連して、中央セルビアの山地の森で過ごした子供時代を語り[sr]、子供時代と成人になってからを大きく変えた3本の木の重要性を指摘し、そして話をこう締めくくる。 |
41 | তিনি সমাপ্তি টেনে বলেন: | これだけは言える。 |
42 | আমি একমাত্র এটাই বলতে পারি, আমাদের শহরে যিনি এই হাইওয়ে নিয়ে এসেছেন, তিনি বিখ্যাত বনে যাবেন। আগামী দশ শতাব্দী ধরে স্থানীয় ক্যাফেতে রাস্পবেরি মুখে নিয়ে তার নামে জয়ধ্বনি দেয়া হবে। | 私の故郷で少なくとも次の10世紀の間、スラヴァ(家族の守護聖人を祝うセルビア正教会の儀式)でも、ラズベリーを摘んだ後に地元のカフェで行われる集会でも、幹線道路をもたらした男のことを褒め称え、話題に出すだろう。 |
43 | বুড়োরা বলবে সেইসব লোকগল্প, এতে থাকতে পারে সাভিনাকের এই ওক গাছটিও। | おそらくSavinacのオークと同じくらい昔から、この地方は言われてきた。 |
44 | এই গাছের জন্য আমরা রাস্তায় নেমে পড়েছিলাম। কমিউনিস্টরা এখানে রেলওয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। | この地域は行き詰まりだ、チェトニックの領域だったため共産主義者はここに鉄道を通させなかった、幹線道路が来なければ若者たちはみんな出て行くだろう、と。 |
45 | কারণ এটা ছিল চেচনিক এলাকা। | ・・・その通りだ。 |
46 | যদি হাইওয়ে না আসে তাহলে আমাদের সব তরুণ দূরে চলে যাবে- আমি এই কথার সাথে একমত। | しかし一方で、私のこの3本の木は、1本だって渡さない。 |
47 | কিন্তু অন্যদিকে আমি আমার এই তিনটি গাছের একটিও দিতে চাই না। | たとえ3本の幹線道路や3本の鉄道のためであっても。 |
48 | এমনকি সেটা তিনটি হাইওয়ে কিংবা তিনটি রেলওয়ের বিনিময়েও। | 校正:Yuko Aoyagi |