# | ben | jpn |
---|
1 | কোস্টারিকাঃ যে সার্কাস শিশুদের জীবন বাঁচায় | コスタリカ:子供たちの命を救うサーカス |
2 | কোস্টারিকার দক্ষিণে পেরেজ জেলেডন শহর অবস্থিত, যেখানে ফানটাজটিকো সার্কাসের ভুমি যা ঐ এলাকায় শিশু ও তরুণদের আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে মাদকাসক্তি ও কষ্ট থেকে দূরে থাকার সুযোগ করে দেয়। | コスタリカ南部のペレス・セレドンという街に、ファンタスティコ・サーカスが活動する拠点を構えている。 |
3 | একটি তথ্যচিত্রে, নিউ লাইফ অ্যাসোসিয়েশন (Asociacion Vida Nueva) কর্তৃক এই ১২ বছরের কর্মশালার কথা প্রকাশ পেয়েছে। | ファンタスティコ・サーカスは海外公演も行っているが、その一方で、この地域の子供たちや青年が麻薬や犯罪から抜け出す機会を与えている。 |
4 | একটি সাক্ষাৎকারে, এক মা তরুণদের স্বেচ্ছাচারী মনোভাব, তারা লেখাপড়া বা কাজের সুযোগের অভাবে কিভাবে কষ্ট করে বা মাদকাসক্তিতে বেড়ে উঠে তা ব্যাখ্যা করেন। | ドキュメンタリービデオでは、New Life Asociation (Asociacion Vida Nueva) によって企画をして作成されたこのサーカスの12年間の活動の記録が具体的に表されている。 |
5 | এই সার্কাসটি তাদেরকে দক্ষতা, শৃঙ্খলা শিক্ষা ও তাদের কর্মদক্ষতা অনুযায়ী দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। | インタビューの中で母親は、どんなふうに若い人たちが一人で生きていくことを強いられ、仕事や勉強をする機会に恵まれなかったために、ついには犯罪に巻き込まれ、麻薬に手を染めたかを説明している。 |
6 | এটি হোজের গল্পের কথাও বলে, যে সার্কাস থেকে বের হয়ে গিয়েছিল, এবং অতি মাত্রায় মাদকাশক্তির ফলে প্রায় মরতে বসেছিল। | このサーカスは、彼らに規律やサーカスでの技術を学ぶ機会を与えており、彼らが活躍できる場所にもなっている。 またこのドキュメンタリービデオでは、サーカスを抜けた後に薬物の過剰摂取により死にかけたホスエのお話も紹介されている。 |
7 | তার কথা অনুযায়ী, সে সার্কাসে ফিরে গিয়েছিল যেখানে সে তার বেঁচে থাকার আশ্রয় বলে জানত, আর এখন সে চাপ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। | 彼は、これから生きていくための手助けをしてくれる場所がサーカスだとわかっていたので、そこに帰ってきた。 そして今は、仲間の誘惑には近づかないようにしている。 |
8 | সার্কো ফানটাজটিকো নতুন সংস্কৃতি ও জায়গা আবিষ্কারের সময় ইউরোপের অনেক জায়গায় ভ্রমণ ও তাদের অনুষ্ঠান ও কাজ দর্শকদের দেখানোর সুযোগ পেয়েছে। | ファンタスティコ・サーカスは、ヨーロッパ中を旅しており、演技や活動を披露しながら、新たな文化や場所を開拓している。 |
9 | কোস্টারিকার সুলা বাতসু কোঅপারেটিভ, যা তাদের সহযোগী ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, তাদের পরিচিতি ভিডিওটি ফেসবুকে মন্তব্য সহকারে প্রকাশ করেছেঃ | 能力形成や訓練を行っているコスタリカの Sula Batsú Cooperativeは、自身のFacebookのページで、ファンタスティコ・サーカスのプロモーションビデオのリンクをはり、コメントを掲載している。 |
10 | গত শুক্রবার ফানটাজটিক সার্কাস আমাদের এখানে ঘুরে গেছে, এই সামাজিক কর্মশালাটি সার্কাস প্রশিক্ষণের মাধ্যমে শিশু ও তরুণদের সামাজিক ঝুঁকির সময় আত্মরক্ষামূলক কৌশল শেখায়। | 先週の金曜日に、ファンタスティコ・ サーカスのみなさんが私たちのところを訪れた。 このソーシャルプロジェクトではサーカスでの訓練を子供たちや青年が非行に走るのを防ぐことに使うことを目的としている。 |
11 | এই কর্মশালার উদ্দেশ্য হল একটি নিরাপদ স্থান তৈরি করা, যেখানে কঠিন সামাজিক সংকটের সময় ছেলেরা, মেয়েরা এবং তরুণরা সামাজিক দক্ষতার পাশাপাশি শারীরিক দক্ষতা শিখতে পারে… | このプロジェクトの方針は、不安定な社会情勢の中にいる少年少女や若者たちがサーカスの技術や人とのうまい付き合い方を学べる場所を提供してあげることだ… このサーカスはまた全国的にとても受け入れられている。 |
12 | এই সার্কাসটি জাতীয় পর্যায়েও সমাদৃতঃ নিচের ভিডিওটি কোস্টারিকার রাজধানী সান জোসে জাতীয় স্টেডিয়ামে ১০,০০০ দর্শকের সামনে তাদের প্রদর্শনী দেখিয়েছে। | 下記のビデオは、首都サン・ホセにあるコスタリカ国立劇場での彼らの演技を映している。 観客は1万人である。 |
13 | এই প্রদর্শনীতে ছিল দড়ি, ফেব্রিকের উপর ঘোরা, নিচে পড়া এবং মেঝের ব্যায়াম ও পিরামিডের মত শারীরিক কসরত। | この演技は床演技や人間ピラミッドはもちろん、紐や布を用いた宙返りをする空中曲芸も含まれている。 |