# | ben | jpn |
---|
1 | একটি ফেসবুক পোস্ট ইয়েমেন থেকে তাজিক নাগরিকদের সরিয়ে নেবার গতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে কি? | フェイスブックへの投稿が、タジキスタン人のイエメンからの脱出を後押しか |
2 | বিলকিস,শাহনোজা গোদোয়েভার ১৭ মাস বয়সী মেয়ে, রাশিয়ান প্লেনে করে ইয়েমেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, যা ব্যাপকভাবে প্রচার পেয়েছে। | Shahnoza Gadoevaさんの娘、Bilqisちゃん(生後17ヶ月)はイエメンから避難するためにロシアの飛行機を待っている。 この写真はインターネット中に広がった。 |
3 | শাহনোজা গোদোয়েভা ইয়েমেনে পরিবারসহ কর্মরত এবং বসবাসরত ১০০ জনের অধিক ডাক্তারদের একজন ছিলেন যখন গত মাসে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে বোমা হামলা শুরু করে। | [リンクの飛び先には日本語以外のページも含まれます] 先月、サウジアラビアとその同盟国による爆撃計画がイエメンで開始されたとき100人を超えるタジキスタン人の医師がイエメンで働き、家族と生活していた。 |
4 | অসহায় শাহনোজা, যখন ফেসবুকের একটি গ্রুপে সাহায্য প্রার্থনা করে পোস্ট দেন, তখন তার ধারণা ছিল না যে তার আকুতি সবার কাছে সাড়া ফেলে দেবে। | Shahnoza Gadoevaさんもその一人だった。 フェイスブックのグループ内で、避難するための救助要請を投稿したとき、彼女は自身の願いがネット上を駆け巡るとは思いも寄らなかった。 |
5 | এবং কারা আমাদের উদ্ধার করবে? | 誰が私たちを助けてくれるのでしょう? |
6 | আমরা ইয়েমেনে বাস করি, ডাক্তার হিসেবে কাজ করি, আমরা ৩০০ জনের অধিক, ৪০০ যদি শিশুদের গোণায় ধরি। | 300人以上の医師がイエメンに住んでいます。 |
7 | ইয়েমেনে সৌদি উড়োজাহাজ গতকাল রাত থেকে বোমাবর্ষণ করে হচ্ছে. | 子どもたちを含めると400人以上。 |
8 | আমাদের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় (এমএফএ) নীরব। | イエメンは昨夜からサウジアラビア機に爆撃されています。 |
9 | আমরা আতংকিত। | タジキスタンの外務省は何もしてくれません。 |
10 | এখন পর্যন্ত রাশিয়া প্লেন [জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়] পাঠাতে যাচ্ছে না। | 怖いです。 |
11 | অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাকে মানসিকভাবে সান্ত্বনা দেবার জন্য এগিয়ে আসে, কেউ কেউ তাকে আন্তর্জাতিক রেড ক্রস এবং তাজিক সরকারের লিংক দেয়, অন্যান্যরা তাকে রাশিয়ান নিয়োগ সংস্থা যার কাজ থেকে সে মেডিকসে নিয়োগ পেয়েছে, সেখান থেকে সাহায্য দাবী করবার পরামর্শ দেয়। | ロシアからの(非常事態省の)飛行機の派遣もまだです。 何十人ものフェイスブックユーザーが彼女を慰め励まそうとした。 |
12 | অন্যদিকে কেউ কেউ তার এবং ইয়েমেন আটকে থাকা অন্যান্য তাজিকদের জন্য প্রার্থনা করে। | ある人は彼女に国際赤十字やタジキスタン当局のことを紹介し、またある人はタジキスタン人医師にイエメンでの仕事を斡旋したロシアの人材紹介会社に助けを求めるよう彼女にアドバイスした。 |
13 | ইয়েমেন থেকে সিআইএস নাগরিকদের সরিয়ে নেবার কাজে নিয়োজিত রাশিয়ান বিমানের দিকে যাচ্ছেন তাজিক মহিলারা। | イエメンに足止めされている彼女や他のタジキスタン人のためにただただ祈りを捧げる人たちもいた。 独立国家共同体(CIS)加盟国の市民をイエメンから避難させるための飛行機に向かうタジキスタン人女性たち。 |
14 | ছবিটি শাহনোজা গোদোয়েভা গ্লোবাল ভয়েসেসকে প্রদান করেন | この写真はShahnoza Gadoevaさんからグローバル・ボイスに提供された。 |
15 | শাহনোজার পোস্ট তাজিকিস্তানের সেদিনকার শীর্ষ সংবাদে পরিণত হয়, সাংবাদিকরা তাকে উদ্ধৃত করেন in রাশিয়ান, তাজিক এবং ইংরেজিতে। | Shahnozaさんの投稿はタジキスタンのトップニュースとなった。 ジャーナリストは彼女のことをロシア語やタジキスタン語、英語の記事の中で紹介し、タジキスタンの外務省には、回答を求めるメディアからの声が殺到した。 |
16 | অন্যদিকে তাজিক এমএফএ'র কাছ থেকে সংবাদমাধ্যম প্রতিক্রিয়া দাবি করে। | イエメンに取り残されたShahnozaさんや他のタジキスタン人たちにとって幸運だったのは、フェイスブックがその日はブロックされていなかったことだ。 |
17 | সৌভাগ্যবশত শাহনোজা এবং অন্যান্য আটকে পড়া তাজিকদের জন্য ফেসবুক, যা কিনা মধ্য এশিয়ার সরকারসমূহ যোগাযোগের ক্ষেত্রে প্রায়ই বন্ধ রাখতো, সেদিন বন্ধ ছিল না। | フェイスブックは、この中央アジアの国の過度に熱心な通信サービス局によって、たびたびアクセスが遮断されている。 |
18 | সন্ধ্যার মধ্যে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় (এমএফএ) নাগরিকদের সরিয়ে নেবার প্রচেষ্টার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর এবং রাশিয়ার তাজিক মিশনের জন্য প্রেসিডেন্ট ইমোমালি রাহমোনের আদেশ (ইয়েমেনে তাজিকিস্তানের কোন কূটনৈতিক অবস্থান নেই) প্রচার করেছিল। | 夕刻までに、外務省はサウジアラビア、アラブ首長国連邦、カタール、クエート、エジプト、そしてロシア(イエメンにはタジキスタンの外交官は駐在していない)のタジキスタン大使館に対し、タジキスタン国民の避難の準備を進めよというエモマリ・ラフモン大統領の指令を発表した。 |
19 | রাশিয়ান প্লেন ইতিমধ্যে ২০১০ সালে ইয়েমেন থেকে তাজিকিস্তান এবং স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ অংশের নাগরিকদের সরিয়ে নেবার কাজ করে এবং এবারও তারা কাজ করেছে। | 2010年、タジキスタンや他の独立国家共同体(CIS)加盟国の市民をイエメンから退避させたロシア航空機は、今回も現地に入った。 |
20 | তাজিকদের প্রথম দল এপ্রিলের ৩ তারিখে দুশান্বে এসেছে, প্রায় ১০০ জন তাজিককে অন্তত তিনটি পৃথক ফ্লাইটে ইয়েমেন থেকে নেয়া হয়েছে। | 避難するタジキスタン人の最初のグループは、4月3日にドゥシャンベ(訳注:タジキスタンの首都)に到着。 |
21 | শাহনোজার সাক্ষাৎকার পরবর্তীতে রাশিয়ান টিভি নিয়েছিল। | 現在までに少なくとも3回の航空輸送が実施され、約100人のタジキスタン人がイエメンから避難した。 |
22 | তিনি ফেসবুকের সেই গ্রুপকে ধন্যবাদ দিতে ভুলে যাননি। | Shahnozaさんはその後、ロシアのテレビ局に取材を受けた。 |
23 | প্রিয় দেশবাসী, সমর্থন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। | 彼女はフェイスブックのグループメンバーへの感謝の気持ちを忘れてはいなかった。 |
24 | আমি আনন্দিত যে সুস্থ ও জীবিত অবস্থায় শিশুদের সঙ্গে ইয়েমেন ত্যাগ করতে পেরেছি। | 親愛なる同胞たち、多くのサポートを本当にありがとうございました。 |
25 | আপনাদের সকলের এক্ষেত্রে অবদান রয়েছে, আপনারা যারা ফোন করেছেন, আমার জন্য চিন্তিত ছিলেন, নৈতিকভাবে সমর্থন দিয়েছেন, আমাদের সমস্যার সমাধান করতে সাহায্য করেছেন। | 子どもたちに何事も無くあの地から離れることができ、本当に嬉しいです。 私たちに連絡をくださったり、心配してくださったり、精神的に支えてくださったり、問題解決にご助力くださったりした、皆さん一人一人のお力添えのおかげです。 |
26 | আপনাদের সকল্কে ধন্যবাদ। | 皆さん、ご協力本当にありがとうございました。 |
27 | শাহনোজার মতে ইয়েমেনে তাজিকদের সংখ্যা শিশুসহ আনুমানিক ৪০০, অন্যান্য অনুমান অনুযায়ী এই সংখ্যা ৮০০ এর কাছাকাছি, কারণ অনেকে নিয়োগকারী সংস্থার সাহায্য ছাড়াই ইয়েমেনে আসে, সেসব সংস্থা যুদ্ধ কবলিত ইয়েমেন সরকারের দেয়া তাজিকদের মোট জনসংখ্যা বিষয়ক তথ্যের নির্ভরযোগ্য উৎস। | イエメンのタジキスタン人は子どもたちを含めて400人、とShahnozaさんが推定する一方、これを800人近いとする見方もある。 なぜならば人材紹介会社を通さずに多くの人が現地入りするためだ。 |
28 | এই চিকিৎসা বিশেষজ্ঞদের দক্ষ এবং অভিজ্ঞ বলে মনে করা হয় যাদের সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমাধারী। | 戦争で荒廃したイエメン政府の状況下においては、現地タジキスタン人の人口に関する信頼できる唯一の情報元は人材紹介会社なのだ。 これらの医療専門家たちは、技術力があり経験豊富であり、旧ソ連時代の価値ある大学学位を持っていると思われる。 |
29 | | タジキスタンの高い失業率と低賃金により、彼らは否応なくイエメンに渡り、看護師は平均600-800ドル(訳注:約74,000-98,000円)、医師は1,200-2,000ドル(訳注:約148,000-246,000円)の収入を得る。 |
30 | তাজিকিস্তানের বেকারত্বের উচ্চ হার এবং কম বেতন তাদের ইয়েমেনে যেতে বাধ্য করে এবং সেখানে গড় মজুরি নার্সদের জন্য $৬০০-৮০০ এবং ডাক্তারদের জন্য $১২০০-২০০০ যা তাজিকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি। | これは彼らがタジキスタンで得られる収入の数倍以上の額だ。 タジキスタン人の看護師が凶悪な部族民に誘拐された事件の後、外務省はイエメンで働かないよう市民へ警告を発したが、イエメンのタジキスタン人医師たち、特により安全とされる地域で働く医師たちは失業に直面することよりもイエメンに残って働くことを選んだ。 |
31 | যদিও এমএফএ একজন তাজিক নার্সআদিবাসী দুর্বৃত্তদের দ্বারা অপহিত হবার পর থেকে ইয়েমেনে কাজ না জন্য নাগরিকদের প্রতি একটি সতর্কতা জারি করে, কিছু তাজিক কর্মকর্তা, বিশেষ করে ইয়েমেনের নিরাপদ এলাকায় কাজ করতে থাকেন, কেননা ফিরে গেলে বেকারত্বের সম্মুখীন হতে হবে। | 校正:Takako Nose |