Sentence alignment for gv-ben-20130418-35973.xml (html) - gv-jpn-20130524-21716.xml (html)

#benjpn
1সম্পূর্ণরূপে রাসায়নিকমুক্ত হওয়ার পথে ভুটানブータン:農業の完全オーガニック化への道のり
2হিমালয় রাজ্য ভুটান, যা গড় অভ্যন্তরীণ উৎপাদনের পরিবর্তে গড় জাতীয় সুখ সূচকের জন্য পরিচিত, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে সম্পূর্ণরূপে অর্গানিক (রাসায়নিকমুক্ত) হওয়ার লক্ষ্য স্থির করেছে।[言語コードのないリンク先は、すべて英語のサイトです]
3জেসিকা কার্টার, অস্ট্রেলিয়ার মিডিয়া এবং আন্তর্জাতিক উন্নয়ন ব্যক্তিত্ব, তার ব্লগ “লাল জুতা এবং নুরি পাথর” এ উল্লেখ করেছেন:国内総生産ではなく国民総幸福量[ja]という指標で有名なヒマラヤの王国ブータンは、世界初の完全オーガニック(有機農業)の国になるという目標を定めている。
4রাসায়নিক বালাইনাশক ও সার বিক্রয় বন্ধের মাধ্যমে ১২ লাখ লোকের ক্ষুদ্র রাষ্ট্র ঘোষণা দিয়েছে পৃথিবীর মধ্যে তারাই প্রথম সম্পূর্ণরূপে অর্গানিক দেশ হতে যাচ্ছে।オーストラリア人で、メディアと国際開発の専門家であるジェシカ・カーターは、自身のブログRed Shoes and Cobblestonesに、この話題を掲載した。
5এটি এমন নয় যে ভুটান প্রথমবারের মতো বিস্ময় সৃষ্টি করেছে বরং এটি সম্ভবত তারা এমন একটি ধারার সৃষ্টি করেছে যা বাকী বিশ্ব অনুসরণ করছে।人口120万(訳注:正しくは約70万)の小さな王国であるブータンは、化学農薬と化学肥料の販売を禁じることで、世界初の完全有機農業国を目指すと発表した。
6বিস্তারিতভাবে সিদ্ধান্ত সম্পর্কে, কৃষি ও বন মন্ত্রী, ‍যিনি একজন কৃষক, খুব সাদামাটাভাবে জানালেন যে:ブータンのやり方に驚かされるのは、これが初めてではない。
7”আমরা গাছ ও কীট উভয়কেই সুখী দেখতে পছন্দ করি”これまでにもブータンは世界の潮流の逆を行くような解決策を選んだことがあるからだ。
8ভুটানের জিডিপিতে কৃষি ৩৫.この決定を説明するにあたり、自身が農業者でもあるブータン農林相が述べた言葉はとてもシンプルだ。
9৯% ভূমিকা রাখে।「私たちは植物が幸せであるのを、昆虫が幸せであるのを見たいんだ」
10ছবি মাইকেল ফলে ফ্লিকার থেকে।ブータンにおいて、農業は国内総生産の35.9パーセントを占めている。
11সিসি বিওয়াই-এনসি-এনডি ভারতীয় কর্মী আর্থি পার্থসারথি (@আর্থিপার্থ) টুইট করেছেন:写真:Michael Foley(Flickrより転載)CC BY-NC-ND
12@আর্থিপার্থ (আর্থি পার্থসারথি): ভুটানের চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার পথ কি?インド人の活動家であるAarthi Parthasarathy (@aarthipartha) は、こうツイートした。
13ভুটান প্রথম সম্পূর্ণরুপে অর্গানিক দেশ হিসাবে কর্ষণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছে http://gu.com/p/3dkfv/tw@aarthipartha (Aarthi Parthasarathy) : ブータンに引っ越すにはどういう手続きをすればいい?:「ブータンは世界初の完全有機農業国として、我が道を行こうとしている」http://gu.com/p/3dkfv/tw
14ভুটানের অনলাইন সংবাদ সাইট বিবিএস জানাচ্ছে যে “১০০ ভাগ অর্গানিক (রাসায়নিকমুক্ত) সবজীর নিশ্চয়তা” মর্মে বৌদ্ধ রাষ্ট্র ভুটান অর্গানিক সার্টিফিকেট সিস্টেম (বিওসিএস) চালু করেছে।ブータンのオンラインニュースサイトBBSの報道によると、仏教王国ブータンは独自のオーガニック認証制度(BOCS)を導入しようとしている。 その目的は「野菜が100%オーガニックであることを保証する」ためだという。
15কিভাবে বিওসিএস কাজ করে তা জানার জন্য বিবিএস ভুটান কৃষি ও খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরামর্শকের সাক্ষাৎকার নিয়েছিল:BBSは、この制度がどのように運用されるかについて、ブータン農業食糧管理局(BAFRA)の顧問にインタビューした。
16বিএএফআরএ এর পরামর্শক ড.「私たちはシンプルな農業日誌を開発し、農業者がゾンカ語を使って記録できるようにしました。(
17এ থিমমায়া বলেছেন “আমরা একটি সাধারণ কৃষকের ডায়েরী তৈরি করেছি যা জংখা ব্যবহার করে লেখা যাবে …কৃষকরা তাদের খামারের কাযার্বলী লিখে রাখবেন, বীজ/জৈব সার কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ব্যবহৃত জৈব বালাইনাশকের ধরণ।…)農業者は、自らの農作業を始め、使っている種や有機肥料がどこから来たか、使用した生物農薬の種類は何かについても記録できます。 あらゆる観点からの農作業が文書化されるのです。(
18খামারের সমস্ত কার্যাবলী লিপিবদ্ধ করা হয়… এবং বিএএফআরএ পরিদর্শকরা খামার পরিদর্শনের সময় তা নিরীক্ষা করেন।”…)そして訓練を受けたBAFRAの調査官が各農場を訪れ、認証を行います」BAFRAの顧問であるA Thimmaiah博士はこのように語った。
19বিএইচটিও (@বিএইচটিফ্লাসনিজউ) সেই সিদ্ধান্ত টুইটারে প্রচার করেছে:BHT (@BHTFLASHNEWS) もまた、この決定をツイッターで報じた。
20@বিএইচটিফ্লাসনিউজ (বিএইচটি ফ্লাসনিউজ): খবর: ভুটান অর্গানিক সার্টিফিকেট সিস্টেম (বিওসিএস) ১০০ ভাগ অর্গানিক সবজী হিসাবে নিশ্চিতকরণ চালু করেছে।@BHTFLASHNEWS (BHT Flashnews) : ニュース:ブータンオーガニック認証制度(BOCS)が導入されようとしている。
21কিন্তু সিঙ্গাপুরের ন্যানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ব্লগ “গো ফার ভুটান” স্মরণ করিয়েছে যে চ্যালেঞ্জটি অনেক বৃহৎ:これは野菜が100%オーガニックであることを保証するためのものだ。
22বহু ভুটানী কৃষকরা বহুদূরের গ্রামে বাস করে, একই সঙ্গে অন্যান্যরা দেখেছে যে বালাইনাশক এবং রাসায়নিক সার ছাড়া শস্য ভাল হবে না।だが、シンガポールにあるナンヤン(南洋)理工大学のジャーナリズムブログGo Far Bhutanは、この目標には大きな課題があることを再認識させてくれる。
23দেশটি তার প্রয়োজনের ৬০ শতাংশ শস্য উৎপাদন করে, কিছু মনে করবেন না হয় তারা অর্গানিক অথবা নয়।ブータンの農民の多くが住む村は辺境にあり、そこは作物が農薬や肥料なしでよく育つような場所ではない。
24এই আগাছাটি ভুটানে বন্যভাবে জন্মে এবং তারা তা শুকরকে খাওয়ায়।それがオーガニックか否かを気にする前に、ブータンは現在、国内で必要な量のわずか60パーセントの農産物しか生産できていないのだ。
25ছবি ফ্লিকার ব্যবহারকারী হোকাডিলি।ブータンの野草の一種。
26সিসি বিওয়াই-এনসি豚のエサになる。
27অন্যদিকে, সংবাদ সাইট “দি ভুটানিজ” অনুসারে এর কোন ভিত্তি নাই, পেমা জিয়ামশো, ভুটানের কৃষি ও বন মন্ত্রী, সরকারীভাবে প্রথম হওয়ার এমন ঘোষণা সম্পর্কে অস্বীকার করেন যখন বিরোধী দলীয় নেতা শেরিং তোবগে উদ্বেগ প্রকাশের করে বলেছেন:写真:Hockadilly(Flickrから転載) CC BY-NC また、このことにも注目すべきだ。
28”এটি আমাকে উদ্বিগ্ন করে কারণ এটি জাতীয় ঘোষণা যার ব্যাপক প্রভাব রয়েছে আমাদের কৃষকের আয় কৃষি কর্মকাণ্ডের উপর নির্ভরশীল”ニュースサイトThe Bhutaneseによれば、ブータンのペマ・ギャムツォ農林相は、そもそもそのような発表を公式には行っていないと述べたという。
29তিনি আরও বলেছেন যে রাসায়নিক দ্রব্য প্রত্যাহার করা ভাল, বাস্তবতার নিরিখে উপরোক্ত কারণে এটি করা কঠিন।それに先立ち、野党のリーダーであるツェリン・トブゲ氏が、以下のような懸念を表明していた。 「私は心配だ。
30“শুধুমাত্র অর্থকরী ফসল উৎপাদনের কারণে, কিছু কৃষক নিজের ব্যবহারের জন্য পর্যাপ্ত খাদ্য খুব সামান্যই উৎপাদন করতে পারে“国がこのような約束をすると、農業収入に頼って生活しているブータンの農家に大きな影響を与えかねない」 彼はさらに「化学物質を段階的に減らすのは良い考えだが、先に述べたように、現地の実情を考えればその実現は難しい仕事だ」とし、こう続けた。
31এটি মূল্যহীন যে পৃথিবীর অন্যান্য অংশে সম্পূর্ণরূপে অর্গানিক হওয়ার প্রচেষ্টা করা হয়েছে।「農家によっては、自家消費用の食料も十分に生産できていない。 換金作物はなおさらだ」
32প্রকৃতপক্ষে, ট্রিহ্যাগার উল্লেখ করেছে যে ভারতের রাজ্য সিকিম এর এক তৃতীয়াংশ ২০১৫ সালের মধ্যে অর্গানিকে পরিণত হবে।これも覚えておくといいだろう。 完全オーガニック化への取り組みは、すでに世界の他の地域でも始まっている。
33সিকিমের রাজ্য কৃষি মন্ত্রী কোলকাতার ”দি টেলিগ্রাফ” এ কিভাবে তাদের প্রক্রিয়া কাজ করে তা বর্ণনা করেছেন:実際、TreeHuggerの報告によると、インドのシッキム州は2015年までの完全オーガニック化を目指しており、すでにその道のりの3分の1のところまで来ている。
34অর্গানিক সার্টিফিকেটের পদ্ধতিটি তিন বছরের প্রক্রিয়া।コルカタのThe Telegraphによると、シッキム州農業大臣は、そのプロジェクトの進捗を次のように説明している 。
35এপিইডিএ কর্তৃক এক্রিডিটেশনকৃত তিনটি সংস্থা রাজ্যের চারটি জেলার ১৮৪৫৩ হেক্টরের মালিক ১২,৪৫৬ জন কৃষককে সি-১ সার্টিফিকেট প্রদান করেছে।オーガニック認証は3年がかりのプロセスだ。 APEDA公認の3つのエージェンシーが、12,456人の登録農業者に対して「C-1」認証を発行した。
36প্রথম বছর ভূমি সি-১, পরবর্তী বছরে সি-২ এবং পরের বছর সি-৩ ট্যাগ পায়।彼らが所有する土地は州内4地区の18,453ヘクタールに及ぶ。「
37সি-৩ ট্যাগ নিশ্চিত করে যে ঐ নির্দিষ্ট প্লটে যে কোন ধরনের শস্য চাষ করা হোক, তা অর্গানিক।C-1」認証は1年目の土地に与えられるものであり、2年目は「C-2」、3年目が「C-3」である。「
38যা বলা হয়েছে, ভুটানের সম্পূর্ণরূপে অর্গানিকে পরিণত হওয়াকে পৃথিবীর নেটিজেনদের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।C-3」認証は、その区画で作られたすべての作物がオーガニックであることを意味する。 何はともあれ、ブータンが完全にオーガニック化するというアイデア自体は、世界中のネチズンから熱狂的に受け入れられた。
39স্কুল পরিচালক জুডিথ রিনাউড (@ জুডিথরিনাউড) টুইট করেছেন:学校経営者であるJudith Renaud (@JudithRenaud) は、こうツイートしている。
40@জুডিথরিনাউড (জুডিথ রিনাউড): ভুটান পৃথিবীকে দেখাবে যে যারা আমাদের বিষাক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের ভূমি, আমাদের খাদ্য এবং নিজেদেরকে রক্ষা করতে পারি। http://bit.ly/YroO4m@JudithRenaud (Judith Renaud): 私たちは自らの土地を、食べ物を、そして自分自身を、それを毒したがっている人たちから守ることができる。 ブータンがそれを世界に示すだろう。http://bit.ly/YroO4m
41ফেসবুকে সিটিজেন একশন নেটওয়ার্ক এর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।Citizens Action Networkのメンバーたちも、その興奮をFacebookで表明している。
42ভুটানীদের প্রতিক্রিয়া “গো ফার ভুটান” শিরোনামের ভিডিও প্রতিবেদনে প্রকাশিত।ブータンの人々の反応については、Go Far Bhutanがこのビデオでレポートしている。 校正:Sadako Jin