Sentence alignment for gv-ben-20090612-3611.xml (html) - gv-jpn-20090609-917.xml (html)

#benjpn
1মায়ানমার: এক প্রাচীন প্যাগোডার ভেঙ্গে পড়াミャンマー:古代仏塔が倒壊
2সম্প্রতি সংস্কার করার সময় মায়ানমারের এক প্রাচীন প্যাগোডা ভেঙ্গে পড়ে।ミャンマーで、修復工事中だった古代の仏塔が倒壊し、少なくとも5人が死亡し、多数の作業員や巡礼者が負傷した。
3এই দুর্ঘটনায় পাঁচজন লোক মারা গেছে এবং অনেক শ্রমিক ও তীর্থযাত্রী আহত হয়েছে।倒壊した仏塔(New Era Journalより)
4ডানোকে প্যাগোডার ভেঙ্গে পড়া অংশ (নিউ এরা জার্নাল থেকে)これは、ヤンゴン管区ダラにある約55メートルのダノク仏塔だ。
5১৮০ ফুট উঁচু ডানোকে প্যাগোডা দালা শহরে অবস্থিত, যা ইয়াঙ্গুন বিভাগের ইয়াঙ্গুন নদীর তীরে তৈরি করা হয়েছিল।もともとこの仏塔はサイクロン・ナグリスによって被害を受け、修復工事が行われていた。
6এই প্যাগোডা নার্গিস নামক ঝড়ের প্রথম ক্ষতিগ্রস্থ হয়, যার জন্যে এর সংস্কার করা হচ্ছিল। ২০০৯ সালের মে মাসের সাত তারিখে ডানাকে প্যাগোডায় আমব্রেলা হোস্টিং নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।2009年5月7日、ダノク仏塔では、軍事政権トップのタン・シュ将軍夫人が出席し、傘の儀式が行われていた。
7এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল থান শুয়ের স্ত্রী। নিউ এরা জার্নাল জানাচ্ছে:The New Era Journalは、以下の様に伝えている:
8প্যাগোডার কাছে ডানোকে গ্রামে বাস করা এক বৃদ্ধ মহিলা বলছে, “বেলা প্রায় ২ টার সময় ঘটনাটি ঘটে। প্রথমে প্যাগোডার হিতি-তাও (অলংকার শোভিত চুড়া) ভেঙ্গে পড়ে, যদিও সে সময় জোরে কোন হাওয়া বইছিল না।ダノク村で仏塔の近くに住む年配の女性は、「午後2時ごろ、最初に強風が吹いていたわ毛ではないのに hti-taw(仏塔のてっぺんの飾り)が崩れました。
9যারা সংস্কারের কাজ করছিল তারা এর চারপাশে বাধা কাঠামোর উপর দাড়িয়ে কাজ করছিল। তারা ভেঙ্গে পড়া হিতি-তাও ঠিক করার চেষ্টা করছিল।当時、梯子にのっていた作業員が、崩れた飾りを直そうとしました。
10প্রায় দশ মিনিট পর আমি একটা আওয়াজ বা গর্জন শুনলাম এবং প্যাগোডার পুরো অংশ ভেঙ্গে পড়লো, ধুলা উড়তে শুরু করলো এবং সবকিছু অন্ধকারে ঢেকে গেল।10分ほど後に、大きな音聞こえ、仏塔の先端部分のすべてが崩れ、ほこりが舞い上がりすべてが黒くなりました。
11আমি ভাগ্যবান, কিন্তু আমার এক ছেলে সেখানে কাজ করছিল। সে মাথায় আঘাত পায় এবং অন্যটি ছেলেটির হাত ক্ষতবিক্ষত হয় এবং সে পিঠে ব্যাথা পায়।私は運が良かったのですが、作業をしていた私の息子は頭にケガをし、もう一人の息子も、肩を打撲し背中が痛んでいます」と話した。
12প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সে সময় সেখানে প্রায় ১০০ জন লোক ছিল।目撃者は、当時仏塔付近には、仏塔修復チームと土曜日と日曜日にボランティアをしていた人を含め、およそ10人がいたと話す。
13যার মধ্যে ছিল সংস্কার করা শ্রমিকের দল, শনি ও রোবাবারে যার প্যাগোডায় স্বেচ্ছা শ্রম দেয় তারা।その中には、ボランティアをしていた海軍士官もいて、その多くも負傷した。
14নৌবাহিনীর কর্মকর্তারা সেদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল এবং তাদের মধ্যে অনেকে আহত হয়েছিল।目撃者は New Era Journalに、次のように話した:
15একজন প্রত্যক্ষদর্শী নিউ এরা জার্নালকে জানায়: প্যাগোডা সংস্কারের চুড়ান্ত পর্যায়ে ছিল।仏塔は、金箔を貼る準備ができ、最終段階にあったので、たくさんの人が梯子にのっていた。
16তাকে সোনার পাতা দিয়ে মুড়ে দেবার জন্য তৈরী করা হচ্ছিল।そのために、飛び降りて逃げるのが難しい状態にあった。
17কাজেই সেখান থেকে লাফ দেওয়া এবং পালানো কঠিন কাজ ছিল।少なくともおよそ50人が、いまだ瓦礫の中に閉じ込められている。
18পাথরের টুকরোর নীচে প্রায় পঞ্চাশজন লোক আটকে ছিল।およそ50人が、病院に搬送され収容された。
19পঞ্চাশজন আহত ব্যাক্তিকে আহত হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।現場にいた赤十字ボランティアは、こう話した:
20ঘটনাস্থলে উপস্থিত একজন রেডক্রস কর্মী বলেন:現在までに、5人が亡くなった。
21যতদুর জানা যায় পাঁচজন এই ঘটনায় মারা গেছে।遺体はすでに、回収されている。
22তাদের মৃতদেহ ইতিমধ্যে বের করে আনা হয়েছে।まだ埋められたままの人もおり、救助を試みているところだ。
23কিছু লোক তখনও চাপা পড়েছিল এবং আমরা তাদের বাঁচানোর চেষ্টা করি। উপরের উদ্ধৃতিটি নিউ এরা জার্নাল থেকে অনুবাদ করেছেন লেখক নিজে।上記で紹介したNew Era Journalからの記事は、筆者による翻訳です。
24মুল লেখাটি বার্মিজ ভাষায় লেখা হয়েছে।記事の原文はビルマ語。