# | ben | jpn |
---|
1 | ইথিওপিয়াঃ ইথিওপিয়ার উপর জি৮ সম্মেলনের পাদপ্রদীপ নেট নাগরিকরা যুক্তরাষ্ট্রে জি৮ সম্মেলনের ব্যাপারে ইথিওপিয়ার স্বাধীন মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। | エチオピア:G8サミット、エチオピアに新たな注目 |
2 | ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওই এবং আফ্রিকার অন্য তিন রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের ব্যাপারে আশা করা হচ্ছে। | アメリカでの G8 サミット開催を控え、ネチズンたちはエチオピアが独自の報道をしている現状について、注目を集めようとする取り組みに一段と力を入れている. |
3 | যাহোক, ইথিওপিয়ার দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও মিডিয়ার ক্রমবর্ধনশীল সীমাবদ্ধতা নিয়ে অনেক কথা হচ্ছে। | サミットにはエチオピアのメレス・ゼナウィ首相と他3人のアフリカの首脳が参加予定である。 |
4 | যখন রাষ্ট্রীয় মাধ্যম ক্রমাগতভাবে অর্থনৈতিক সাফল্য, অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার জন্য নেটনাগরিকদের স্বাধীন সংবাদমাধ্যমের কথা বলাকে তুলে ধরছে। | 最近、エチオピアの急速な経済成長と、報道規制の強化に関する 話題 が多く見られる。 |
5 | জি৮ সম্মেলনে আফ্রিকার খাদ্য নিরাপত্তা নিয়ে কর্মশালা ২০১২ এর ১৮-১৯ মে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে হবে। | 国営メディア では一貫して経済成長を強調する一方、ネチズンは、報道の自由こそ安定した経済成長と食糧の安定的確保の鍵となる、と主張し続けている。 |
6 | কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) মত অনেক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন সংবাদমাধ্যমের সাথে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার সম্পর্কের কথা তুলে ধরেছে। | アフリカの食糧問題は2012年5月18~19日にアメリカ メリーランド州キャンプ・デービッドで開催されるG8サミットの議題にも予定されている。 |
7 | ৩৮তম জি৮ সম্মেলনকে সুযোগের একটি জানালা বলে উলেখ করে, সিপিজের ব্যবস্থাপনা পরিচালক জোয়েল সিমন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি খোলা চিঠি লিখেছেন: | マスコミやジャーナリスト保護委員会(CPJ)のような人権機関など、複数の媒体が、報道の自由と食糧問題の解決の関係をかねてより 強調している。 |
8 | প্রিয় প্রেসিডেন্ট ওবামাঃ যেহেতু আপনি জি-৮ সম্মেলনের সঞ্চালক এবং আফ্রিকার নেতৃবৃন্দের সাথে খাদ্য উৎপাদনে নিরাপত্তা বিষয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়েছেন, সেহেতু আমরা কৃষি চ্যালেঞ্জ এবং দুর্ভিক্ষকে সনাক্ত ও আর্থিক সহায়তার জন্য এবং খাদ্য সংকটের সময় জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুবিধা প্রদানের জন্য একটি স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকার কথা বিবেচনার জন্য আমরা আপনার দিকে তাকিয়ে আছি। | 第38回G8サミット を一つの好機ととらえ、CPJの事務局長、 Joel Simonはバラク・オバマ大統領に公開書簡を CPJ, 書いている。 オバマ大統領殿 |
9 | জনাব প্রেসিডেন্ট, আমরা গভীরভাবে চিন্তিত যে অনুসন্ধানমূলক সাংবাদিকতার উপর ইথিওপিয়ার দমননীতি দেশটির আপেক্ষিক স্থিতির প্রতি হুমকিস্বরূপ এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হওয়ার জন্য ঝুঁকি পূর্ণ। | G8サミットのホスト国として、アフリカの首脳たちと食糧の安定的供給の問題を話し合う前にお願いしたいのです。 農業の課題や飢餓を見極め、認識するために、また食糧危機に対する国内外の反応を素早くするためにも、独立した報道の役割をぜひとも考慮していただきたい。 |
10 | ২০১১ সাল থেকে, ইথিওপিয়ার সরকার সহিংসতামূলক সন্ত্রাসবাদের আবরণে, ১১ স্বাধীন সাংবাদিক যার মধ্যে গণতন্ত্রের সংগ্রাম বিষয়ে লেখার জন্য সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগী ইস্কিন্দার নেগা রয়েছেন, তাদের উপর সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনে। | オバマ大統領、エチオピア政府が現在行っている事実究明の報道に対する抑圧がますます緊張を高めています。 その結果国の相対的安定性を脅かし、近年見受けられる経済的、社会的発展を妨げかねない状況で、私たちは非常に危惧しています。 |
11 | এই নিয়ম-নীতিগুলো খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য স্পর্শকাতর বিষয়ের উপর প্রতিবেদনে বাঁধা দিচ্ছে। | 2011年以降テロ一掃という体裁のもとに、エチオピア政府は11人の独立系ジャーナリストを、テロおよび国家反逆の罪で起訴しています。 |
12 | শারলেইন হান্টার-গোল্ট আশা করেন যে ইথিওপিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি এই সম্মেলন চলাকালীন সময়ে আসবেঃ | 中にはブロガーのEskinder Negaも含まれていて、彼は民主主義化のために奮闘している記事を書き終身刑を科せられそうなのです。 |
13 | আমার জন্য এখন ইথিওপিয়ায় ফিরে যাওয়ার সময় এবং প্রধানমন্ত্রীকে এখনো সাংবাদিকদের স্বাধীনতা ও তাদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে বোঝাতে হবে। | そのような政治が、食糧問題をはじめ、すべてのデリケートな話題を伝える妨げとなっています。 |
14 | এবং হতে পারে, এর মধ্যে, যখন প্রধানমন্ত্রী জেনাওই ১৯ মে, ক্যাম্প ডেভিডে জি-৮ সম্মেলন খাদ্য নিরাপত্তার বিষয়ে যোগদান করবেন, হয়তো আমেরিকান কর্তৃপক্ষও একটি গণতন্ত্রে শুধু কূটনীতিক সম্পর্ক নয়, বাকস্বাধীনতার প্রয়োজনীয়তাও অনুধাবন করতে পারে। | Charlayne Hunter-Gaultはエチオピアにおける 報道の自由関連の話題 について、サミットの期間中に話題に上るよう期待している。 そろそろ私はエチオピアに戻って、首相に面会を申し込む時だ。 |
15 | যুক্তরাষ্ট্র ভিত্তিক কর্মী আলেমায়েহু জি. | もう一度ジャーナリストの自由と表現の自由の権利を訴えよう。 |
16 | মারিয়াম প্রশ্ন করেন, “একনায়কদের যারা রাজনৈতিক উদ্দেশ্যে খাদ্য সাহায্য ব্যবহার করে, তাদেরকে সাহায্য করাটা কি আফ্রিকায় দুর্ভিক্ষ ও খাদ্যাভাব পূরণ করতে পারবে?”: | たぶん、そう、たぶんゼナウィ首相が5月19日のキャンプ・デービッドでのG8サミットの食糧問題に関する会議に出席しているとき、アメリカの役人たちも戦略的協調関係だけでなく、民主主義における言論の自由の重要性についても立ち入った話をすることができるだろう。 |
17 | ১৯ মে, প্রেসিডেন্ট ওবামা এবং জি-৮ নেতৃবৃন্দকে কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবেঃ ক্ষমতাশালী দেশগুলো থেকে সীমাহীন খাদ্য ত্রাণ দেয়ার মূল অর্থ কি? | アメリカに拠点を置く活動家、Alemayehu G. Mariamはこう疑問を投げかけている。「 |
18 | যে দেশের লাখ লাখ হেক্টর উর্বর ভূমি আছে এবং ভারত ও মধ্যপ্রাচ্যের খাদ্য সংকটের সময় যে দেশ থেকে ত্রাণ দেয়া হয়, সে দেশকে কেন ক্রমাগত সাহায্য দেয়া উচিত? | 食糧援助を政治的目的に使う独裁者を支援することでアフリカの飢餓や食糧不足を終わらせることができるのか?」 5月19日、オバマ大統領とG8のリーダーたちは難しい問題に直面しなくてはならないだろう。 |
19 | এই বিশ্বের কেন সে দেশকে খাদ্য ত্রাণ সাহায্য দেয়া উচিত যে দেশের ক্ষমতাসীন সামরিক বাহিনী বিরোধী দলকে শেষ করতে, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভেঙে ফেলতে ত্রাণকে অস্ত্রে পরিণত করে। | アフリカの角と言われる国々への終わることなき食糧援助というモラル・ハザードは一体何なのか。 なぜ世界の国々は国の何百万ヘクタールもの世界有数の肥沃な土地を貸し出している国を援助し続けながら、国民が飢えているインドや中東に食糧を供給しているのだろう? |
20 | একনায়কদের যারা রাজনৈতিক উদ্দেশ্যে খাদ্য সাহায্য ব্যবহার করে, তাদেরকে সাহায্য করাটা কি আফ্রিকায় দুর্ভিক্ষ ও খাদ্যাভাব পূরণ করতে পারবে? | なぜ世界の国々は、その政権が援助を敵の多くを破壊する兵器にかえ、人々の民主政治への渇望を打ち砕き、人権を脅かすこと甚だしい国に、食糧援助をしているのだろう? |
21 | এন্ডালক ইথিওপিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে অনলাইন মন্তব্যগুলোর সারমর্ম তুলে ধরেছেন: | 食糧援助を政治的目的に使う独裁者を支援することで、アフリカの飢餓や食糧不足を終わらせることはできるのか? |
22 | এই কয়েক সপ্তাহে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি জটিল পর্যায়ে পৌঁছেছে। | Endalkはエチオピアの報道の自由と食糧問題について、オンラインの記事を 要約している。 |
23 | এই প্রসঙ্গে বিশ্লেষক, সাংবাদিক ও পাঠকদের মধ্যে যারা ইথিওপিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে অংশ নিচ্ছেন, তাদের মন্তব্য সংগৃহীত। | 報道の自由を求める運動は、この数週間、重要な局面を迎えている。 |
24 | আপনিও আমার ব্লগে আপনার নিজস্ব মতামত লিখতে পারেন অথবা এ ব্যাপারে অন্য কোথাও থেকে আপনার মনোভাব ব্যক্ত করতে পারেন। | この意味では、アナリストから記者、読者にいたるまで、エチオピアにおける報道の自由を取り戻すべく活動している人々からのコメントを集める価値はあるだろう。 |
25 | ডায়াজপোরাতে কিছু ইথিওপিয়ান প্রধানমন্ত্রী মেলেস জানাওইর আমন্ত্রণ বাতিল করার জন্য প্রেসিডেন্ট ওবামার সাথে তর্কাতর্কি পর্যন্ত চলে গেছে। | 私のブログでみんなの意見を共有することもできるし、鋭い意見をどこからでもこの活動に投げかけることができる。 アメリカに移住したエチオピア人になかには、オバマ大統領にメレス・ゼナウィ首相の招待を取りやめるよう働きかけようとするものまでいる。 |
26 | নিজেদেরকে ইথিওপিয়ান ন্যাশনাল ট্রানজিশন কাউন্সিল হিসেবে পরিচয়দানকারী একদল ইথিওপিয়ান তাদের ফেসবুক পেইজে ক্যাম্প ডেভিডে প্রধানমন্ত্রী মেলেস জানাওইকে আটক করার আহ্বান জানিয়ে অনুচ্ছেদ পাঠিয়েছেঃ | 自らをエチオピア国民移行評議会と名乗るエチオピア人のグループは、フェイスブックにメレス・ゼナウィ首相をキャンプ・デービッドに引き留めておこうと呼びかけをおこなった。 |
27 | যেসব ইথিওপিয়ান তাদের দেশকে ভালোবাসেন এবং এসে তার মুখোমুখি হতে চান, তারা ক্রোধ ও ঘৃণা প্রদর্শন করুন, এবং উচ্চস্বরে ও পরিষ্কারভাবে শুনুন যে তাকে আমন্ত্রণ জানানোটা অনৈতিক এবং অগ্রহণযোগ্য এবং তাকে কখনোই দেশে ও বিদেশে তার দ্বারা নিপীড়িত ও ভুক্তভোগী লাখ লাখ মানুষের শ্রদ্ধাভাজন হয়ে আমেরিকান মাটি স্পর্শ করতে দেয়া উচিত নয়। | これは自国を愛し、私たちと共に彼と対決する勇気ある、怒りと嫌悪を示している、すべてのエチオピア人への呼びかけだ。 彼の招待は道義に反し受け入れ難く、数百万もの国内外のエチオピア人を犠牲にし、苦しめている人間に、二度とアメリカの土地を踏ませてはならないと、声を大にして言おうではないか。 |
28 | এটি প্রেসিডেন্ট ওবামার প্রতি অনেক ইথিওপিয়ানদের পাশে দাঁড়ানোর একটি আহ্বান যারা ২০০৮ সালের নির্বাচনে আপনার পাশে দাঁড়িয়েছিল। | オバマ大統領にお願いしたい。 2008年の選挙の時にあなたを支持した多くのエチオピア人の味方になってほしい。 |
29 | প্রেসিডেন্ট ওবামা আপনার নির্বাচনে আমরা আপনার অনুগামী হয়েছি আর এখন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি কি করেন সেটাই আপনার দেখানোর পালা। | オバマ大統領、我々は選挙のときあなたを支持した。 今度はあなたの番です。 |
30 | যাহোক, ড্যানিয়েল বারহেন মনে করেন যে জেনাওইর অংশ নেয়াটা গুরুত্বপূর্ণ। | 私たちのためにどれだけのことができるか見せてください。 |
31 | | しかしDaniel Berhaneは、ゼナウィにとって参加することこそが重要なことだ、However, Daniel Berhane と考えている。 |
32 | তিনি দেখান যে, জেনাওই ২০০৫ সাল থেকে জি-৮ বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। | 彼はこう指摘している。 ゼナウィは2005年以降、毎年G8サミットに参加しているからだ。 |
33 | *বি. | *Thumbnail:EYOUTHMフェイスブックグループから無料提供 |
34 | দ্রঃ ইওয়াইওইউটিএইচএম ফেসবুক গ্রুপের সৌজন্যে | 校正: Ayano Usukura |