# | ben | jpn |
---|
1 | রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহত | ロシア:活動家ナタリヤ・エステミロワ氏、殺害される |
2 | আজ সকালে, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা সশস্ত্র লোক দ্বারা তার ইঙ্গুশেতিয়ার বাসভবন থেকে সশস্ত্র ব্যক্তি কর্তৃক অপহৃত হন। | ロシアの人権活動家ナタリヤ・エステミロワ氏が、15日朝、イングーシの自宅から武装した男らに拉致された。 |
3 | পরে বুকে একটা গুলিসহ তাকে মৃত পাওয়া যায়। | エステミロワ氏は、後に胸部を撃たれた状態で死亡しているのを発見された。 |
4 | মূল ধারার মিডিয়া একে শুধু আর একটা মৃত্যুর খবর হিসেবে জানিয়েছে- যেখানে দেশের প্রথম সারির এই মানবাধিকার কর্মীর মৃত্যুর গুরুত্ব অন্যরকম। | 主流メディアがこのありふれた活動家の死(それが同国の有名な人権擁護家の暗殺であっても)を伝えるのを、一部のブロガーは嫌悪感を持って反応している。 |
5 | কিছু ব্লগার ঘৃণার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। | ロベール・シューマン賞を受賞したエステミロワ氏とコワレフ氏 |
6 | কোভালেভ আর এস্তেমিরোভা রবার্ট শুম্যান মেডেল পাচ্ছেন। | ナタリヤ・エステミロワ氏とは、どのような人物だったのか。 |
7 | তাহলে, নাতালিয়া এস্তেমিরোভা কে ছিলেন? | LJユーザxanzharが、彼女の人物像を簡単に説明している。 |
8 | লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী জ্যাঞ্জার তার সংক্ষিপ্ত বর্ননা দিয়েছেন: | ナタリヤ・エステミロワは、「メモリアル」(ロシアの人権団体)のコーカサス地方における幹部の一人だった。 |
9 | নাতালিয়া এস্তেমিরোভা মেমেরিয়ালের [রাশিয়ার মানবাধিকার সংস্থা] ককেশাস সংক্রান্ত শীর্ষস্থানীয় প্রতিনিধি ছিলেন। | チェチェン共和国当局が、彼女の活動について不満を表したことはなかった。 |
10 | চেচনিয়ার কর্তৃপক্ষরা তাঁর কাজ নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেননি। | エステミロワは、自身の人権擁護活動により、多くの国際的な賞を受賞した。 |
11 | এস্তেমিরোভার মানবাধিকারের কাজ তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে। তিনি আন্না পোলিতকভোস্কায়া পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন (২০০৭), আর সুইডিশ রাইট লাইভলিহুড পুরস্কার (২০০৪) ও পেয়েছেন। | 彼女は、アンナ・ポリトコフスカヤ賞(2007)の初めての受賞者であり、スウェーデンのライト・ライブリフッド賞(2004)も受賞している。 |
12 | ২০০৫ এ ইউরোপীয় সংসদ তাঁকে রবার্ট শুম্যান মেডেল দেয়। | 2005年には、欧州議会からロベール・シューマン賞が授与された。 |
13 | এলজে ব্যবহারকারী নান্সিসেন্সিব এই হত্যা সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন: | LJユーザnansysnspbは、この殺害について彼女の感じたことを書いている: |
14 | কতো কাছে আর কি ভয়ঙ্কর… আমি নাতালিয়া এস্তেমিরোভার বন্ধুদের চিনি…তারা তার জীবন নিয়ে নিল। | あまりにも身近で、恐ろしい…私はナタリヤ・エステミロワと親しくしていた人たちを知っています…彼らは彼女の命を奪った。 |
15 | এটা স্ট্রুগাটস্কাই [কল্প কাহিনী] এর মতো…এর পরে কি? | まるでストルガツキーの小説みたい… 次は何? |
16 | মোমবাতি জ্বালানো… হত্যাকারীদের অভিশাপ দেয়া, আর বিচারকের অফিসে চিঠি দিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের আবেদন করা- হত্যাকারী যারা সম্ভবত ব্যাজ ধারন করে আর হয়তো সংশ্লিষ্ট নিরাপত্তা বলয়ে তাদের অবস্থান আছে। | ろうそくに火を灯して… 殺人犯を呪って、殺人犯がちゃんと有罪判決が下るように捜査を懇願する手紙を検察局に送る--殺人犯はおそらく肩章をつけて、保安組織の中でそれ相応の地位に就いているんだろうけど。 |
17 | এলজে ব্যবহারী ফর ইফেল একই ধারায় বলেছেন: | LJユーザfor efelも、同様のコメントをしている: |
18 | অবশ্যই [এই হত্যা] সম্পর্কিত [চেচেন প্রেসিডেন্ট] কাদিরোভের সাথে। | (今回の殺害は)間違いなくカディロフ(チェチェン大統領)に関係がある。 |
19 | এটা শুধু জানা যাচ্ছে না কিভাবে। | どう関係していたかは分からない。 |
20 | তাকে খুশি করতে না রাগাতে, যেমন ছিল পোলিতকোভস্কায়ার হত্যা। | ポリトコフスカヤの暗殺と同様に、彼を喜ばせるためか、困らせるためか。( |
21 | এটা সম্পর্কিত (আমি যেমন দেখি) চেচনিয়া আর ইঙ্গুশেতিয়ার মধ্যকার সরকারী সীমান্ত তুলে নেয়ার সাথে তার সোন্দেরকোমান্দের [বিশেষ বাহিনীর] জন্য… নাতালিয়া [এস্তেমিরোভা] আন্না পোলিতকোভস্কায়ার থেকেও বেশী মূল্যবান ব্যক্তি ছিলেন। | 私が思うには)これは、特別部隊のためのチェチェン・イングーシ国境撤廃に関連している…ナターシャ(エステミロワ)は、アンナ・ポリトコフスカヤよりも尊い人物だった。 |
22 | সাধারনত ককেশাসে কাজ করা প্রত্যেক মানবাধিকার কর্মীর জন্য একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায়। | それは確かだ。 コーカサスで活動している人権活動家一人ひとりに記念碑を建ててもいいくらいだ。 |
23 | আমি শুধু আশা করি হত্যাকারীরা এটা ভুলভাবে না নেয়: আমি বলতে চাচ্ছি জীবিতের জন্য স্মৃতিস্তম্ভ! | 殺人犯に誤解してほしくないが、今生きている人たちの記念碑ということ。 |
24 | আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা। | また一人が死に、また死亡記事が出る。 |
25 | কোন পরিবর্তন কি এতে হয়? | 何が変わるというのか。 |
26 | এটা সবার চিন্তা করার মতো একটা প্রশ্ন। | 一人ひとりが考えなければいけない疑問だ。 |
27 | তারপরেও, ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বিচার করলে, নাতালিয়া এস্তেমিরোভা রাশিয়ার সংঘাতপুর্ন চেচনিয়া প্রজাতন্ত্রের অনেক মানুষের জন্য পরিবর্তন এনেছিলেন যারা সেখানের প্রতি দিনের জীবনযাত্রায় সংঘাত আর বিভীষিকার মধ্যে দিন কাটায়। | それでも、ブロガーの反応を見ていると、ナタリヤ・エステミロワ氏が、紛争が絶えないチェチェン共和国での無差別暴力や日々の恐怖を知った多くの人びとに重大な変化を与えたことは確かだ。 |