# | ben | jpn |
---|
1 | ইরান: গোল্ডফিশ ছাড়া একটি নববর্ষ? | イラン:イランの新年から金魚がなくなる? |
2 | ফার্সি নববর্ষের র্ঐতিহ্যবাহী টেবিলসজ্জা, ফ্লিকারে গ্রেগ ডানলপ (সিসি-বাই) | ペルシャの新年を祝う伝統的なテーブル装飾Greg DunlapによるFlickr投稿画像(CC-BY) 金魚はイランの新年に欠かせない特別な役割をもつ。 |
3 | বসন্তের প্রথম দিনে (২০শে মার্চ) ইরানী নববর্ষ নওরোজ উদযাপনে গোল্ডফিশের একটি বিশেষ স্থান আছে। | イランでは新年を春分の日(3月20日)に祝い、Nowruz(ノウルーズ)と呼んでいる。 |
4 | কিন্তু প্রতি বছর প্রাণী অধিকার কর্মী ও ব্লগাররা এদের না কিনতে উৎসাহ জানিয়ে প্রচারাভিযান চালায়। | しかし、毎年、動物の権利保護者たちやブロガーたちが金魚を買わないよう推奨する運動を行っている。 |
5 | মাছগুলোকে প্রায়শঃই খারাপ অবস্থায় রাখা হয় এবং প্রতিদিন লাখ লাখ মারা যায়। | ノウルーズ用の金魚はしばし粗悪な環境下に置かれ、何百万匹という金魚たちが毎年死んでいるのだ。 |
6 | নওরোজ পালনে আকর্ষনের কেন্দ্রবিন্দু হল “হাফৎ সিন” টেবিল, যা ‘স'(ফার্সি سین) অক্ষর দিয়ে শুরু সাতটি প্রতীকি খাবার দিয়ে সাজানো। | この新年の慣習の要は、「Haft Sin」(ハフト・スィーン)という、名前の頭文字がすべて「S」(ペルシャ語でسین)の七つの象徴的な食材で飾るテーブル装飾である。 |
7 | এছাড়াও টেবিলটি মোমবাতি, আয়না, রঙ্গিন ডিম… এবং জীবন্ত (লাল মাছ বলে ডাকা) গোল্ডফিশ দিয়ে সাজানো থাকে। | また、このテーブルは蝋燭や、鏡、色のついた卵…そして生きた金魚(赤い魚と呼ばれている)で装飾される。 |
8 | অনেক ইরানী এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন। | 多くのイラン人がこの方法に反対している。 |
9 | জাদিদ অনলাইন ২০০৮ সালে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র (ইংরেজি সাবটাইটেলসহ) নির্মাণ করে। | Jadid Onlineは2008年に短編ドキュメンタリー映像(英語字幕付き)を製作し、ノウルーズ用の金魚がどのように工業生産され、売買されているかを伝えている。 |
10 | এতে কীভাবে নওরোজের মাছগুলো কেনা-বেচা ও ব্যবসায়িকভাবে চাষ করা হয় সেটা দেখানো হয়। | ノウルーズ用の金魚Parmida RahimiによるFlickr投稿画像(CC-BY) |
11 | নওরোজের জন্যে লাল মাছ, ফ্লিকারে পারমিদা রাহিমি (সিসি-বাই) | イランのブロガーであるNasim Sabahaは以下のように書いている。 |
12 | ইরানী ব্লগার নাসিম সাবা লিখেছেন [ফার্সি ভাষায়]: | [fa]: |
13 | দয়া করে গোল্ডফিশ কিনবেন না। | どうか金魚を買わないで。 |
14 | গত কয়েক বছর ধরে প্রাণী অধিকার কর্মীরা এই সুন্দর প্রাণীগুলো রক্ষার্থে জনগণকে গোল্ডফিশ না কিনতে উৎসাহিত করার একটি প্রচারাভিযান শুরু করেছে। | ここ数年、動物愛護運動家たちは、この美しい動物を守ろうと、金魚を買わないよう促すオンラインキャンペーンを始めている。 毎年、彼らの活動はますます好調となっている。 |
15 | প্রতি বছর তাদের এই প্রচারাভিযানটি আরো সফল হচ্ছে। | 人々が新年のお祝いのために買い物に行くため、金魚は次から次へと店頭に並べられていく。 |
16 | নববর্ষ উদযাপনের জন্যে জনগণ কেনাকাটা শুরু করলে দোকানগুলোতে আবার গোল্ডফিশ দেখা দেয়। | 活動家たちはこのおぞましい流通に対してボイコットを始めた。 金魚はイランの伝統ではなく、中国のとある伝統に由来する。 |
17 | প্রচারাভিযানকারীরা এই ভয়ানক বাণিজ্য বয়কট করতে শুরু করে। | イランでは毎年、5百万の金魚たちが正月の期間に死んでいるのだ。 |
18 | গোল্ডফিশ ইরানী ঐতিহ্য নয়, এটা এসেছে চীনা ঐতিহ্য থেকে। | テヘランで販売される金魚MahtabによるFlickr投稿画像 (CC-BY-NC-ND) |
19 | নওরোজের সময় ইরানে প্রতি বছর অর্ধকোটি গোল্ডফিশ মারা যায়। . | Greenblogはこの考えに賛同せず、ブログでこう書いている。[fa]: 私たちは金魚を買う事をボイコットするべきではない。 |
20 | তেহরানে বিক্রির জন্যে মাছ, ফ্লিকারে মাহতাব (সিসি-বাই-এনসি-এনডি) | 動物たちの敵となっている環境をつくりだすかわりに、運送業者から買い手たちまで、人々に金魚の扱い方を教え、訓練するべきだ。 |
21 | গ্রীনব্লগ একই ধারণা পোষণ করেন না। | そして、金魚に対する消極的な考えの受け売りより、金魚の売り手の監視を改善すべきである。 |
22 | ব্লগার লিখেছেন [ফার্সি ভাষায়]: | この消極的な活動の影響を受けて、近年では金魚の代わりに亀を使用するイラン人がいるくらいだ。 |
23 | আমাদের গোল্ডফিশ কেনা বয়কট করা উচিৎ নয়। | また、Greenblogはこう付け加えている。「 |
24 | প্রাণীদের জন্যে প্রতিকূল পরিবেশ সৃস্টির পরিবর্তে আমাদের এর পরিবহণকারী থেকে এর ক্রেতা পর্যন্ত সকল জনগণকে জানানো ও শিখানো উচিৎ কীভাবে গোল্ডফিশ নাড়াচাড়া করতে হয়… গোল্ডফিশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার পরিবর্তে আমাদের গোল্ডফিশ সরবরাহকারীদের পর্যবেক্ষণ করা উচিৎ… নেতিবাচক প্রচারণায় প্রভাবিত হয়ে সাম্প্রতিক বছরগুলোতে কোনো কোনো ইরানী গোল্ডফিশের বদলে কচ্ছপ ব্যবহার করছে। | ある人たちはこの金魚の伝統は中国に由来すると言うのに対し、私がGoogleで調べたところ、中国のそれはイランに由来するということが分かったのだ!」 http://pt.globalvoicesonline.org/? |
25 | ব্লগার আরো বলেছেন যে অনেকে বলেন গোল্ডফিশ ঐতিহ্য এসেছে চীন থেকে, কিন্তু গুগলে পরীক্ষা করে তিনি জেনেছেন যে স্বয়ং চাইনিজ ঐতিহ্যই এসেছে ইরান থেকে! | p=25165 この記事の校正はKazumi Tomitaが行いました。 |