# | ben | jpn |
---|
1 | পরিসংখ্যানে গেরিসা হামলায় নিহতের সংখ্যা ১৪৭ বলা হলেও প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশী | ケニア:ガリッサ大学襲撃の犠牲者を悼む--147は単なる数字ではない |
2 | স্বাধীন সংবাদপত্র ডেইলি নেশন (@ডেইলিনেশন) থেকে নেয়া একটি স্ক্রিনশট। | 独立系新聞社デイリー・ネーション(@DailyNation)によるガリッサ襲撃犠牲者の写真特集の一面。 |
3 | টুইটারে শেয়ারকৃত স্ক্রিনশটটিতে গেরিসা গুলিবর্ষণের শিকারদের ছবিগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে। | ツイッター上で公開されたもの。 |
4 | গেরিসা বিশ্ববিদ্যালয় কলেজে গুলিবর্ষণের ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক এবং স্থানীয় প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত বিভিন্ন সংবাদে বলা হয়েছে, আল-শাবাব সামরিক বাহিনীর হাতে কমপক্ষে ১৪৭ জন নিহত হয়েছেন। | 少なくとも147人が武装組織アルシャバーブに殺害されたという、ガリッサ大学襲撃事件に関し、国内外のメディアの報道に厳しい批判が浴びせられている。 |
5 | প্রচার মাধ্যমগুলোতে এ ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। | 襲撃者の氏名は幅広く公開されているのに対し、犠牲者はたいてい、147名という、単なる数字に矮小化されているからだ。 |
6 | আক্রমণকারীদের নাম যখন ব্যাপকভাবে প্রকাশিত হয়ে পড়েছে, তখন নিহতের সংখ্যা কমিয়ে ১৪৭ জন বলা হচ্ছে। | これに対しケニアのネット民は、この野蛮な襲撃事件の犠牲者たちに名前と顔を与えようと努力してきた。 |
7 | এ ঘটনার প্রতিক্রিয়ায় কেনিয়ান অনলাইনগুলো বর্বরোচিত সহিংসতার শিকার এসব লোকের নাম এবং চেহারা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। | アフリカ・イズ・ア・カントリーというブログへの投稿で、ケニアの作家ビニャバンガ・ワイナイナは「失った国民ひとりひとりをきちんと弔うことができない国なら、ケニアは国とは呼べない」と言っている。 |
8 | ব্লগিং এ্যাট দ্যা আফ্রিকা কেনিয়ার স্থানীয় একটি ব্লগ। | 私はムペケトニで亡くなった人たちの氏名や年齢が知りたい、写真が見たい。 |
9 | কেনিয়ান লেখক বিনয়াভাঙ্গা ওয়াইনাইনা সেখানে বলেছেন, “যে নাগরিকদের আমরা হারিয়েছি তাদের প্রত্যেককে স্মরণীয় করে রাখতে না পারি, তবে কেনিয়া কোন জাতির পর্যায়ে পরে নাঃ” | 選挙後暴動(訳注:2007年大統領選挙投票結果を巡る部族対立)の流れで殺された人たち。 |
10 | যারা এমপিকেতনিতে মারা গেছেন, আমি তাদের নাম, বয়স এবং ছবি দেখতে চাই। | 忘れるのはよくない。 |
11 | পিইভির সময় যারা নিহত হয়েছেন তাদের গল্পগুলো ভুলে যাওয়া কোন কাজের কথা নয়। | 私たち民衆の意識が呼び覚まされるのは、こうした行為を通じてだ。 |
12 | এই হামলার ঘটনায় আমাদের জনসচেতনতা হয়তো আবার জেগে উঠবে। | 私たちは自分自身に向き合う覚悟ができていない、膨れ上がる痛みに耐えられないのだ、という論法がある。 |
13 | একজন কেনিয়ানকে কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হলে যখন সে সেটিকে নগ্ন করে ফেলে, বিবস্ত্র করে শুকিয়ে ফেলে, শুকাতে শুকাতে অবশেষে প্রতিষ্ঠানটিকে জম্বিতে পরিণত করে, যেন একটি প্লাস্টিকের রাবার ব্যান্ড জম্বিকে আরেকটি নতুন রূপ দেয়া হয়, যেন অন্য কোথাও আবার শাসন করতে পারে, তখন সেটিকে দেখেও না দেখার যে রাজনীতি, আমরা নিজেদের মুখোমুখি হতে প্রস্তুত নই, আমাদের বেদনাগুলোর পরিপূর্ণতার মুখোমুখি হতে প্রস্তুত নই, বলার রাজনীতিও একই রাজনীতি। | |
14 | তিনি আরও বলেছেনঃ | その論法は痛みをないがしろにさせるも同然ではないか。 |
15 | আমি দেখতে চাই, ত্রিশ লাখ নাইরোবিয়ান যেন কেঁদে, গান গেয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে রাজপথ ভাসিয়ে দেন। | ひとりのケニア人が、運営を任されていた教育機関を奪い取り、不毛の干からびた場所にしているというのに。 |
16 | কেননা আমাদের শিশুদের হত্যা করা হয়েছে। | そのあげく、ゾンビのように舞い戻り、輪ゴムでゾンビを撃つおもちゃのように新たな姿で、再びどこかを支配しているというのに。( |
17 | আমরা একেবারে নিজের ভিতরে নিভৃতে বসবাস করি, এমন অনুভূতি থেকে আমি বেড়িয়ে আসতে চাই। | 訳注:主犯格として指名手配されている男はイスラム学校の元校長) |
18 | আমি কখনও আত্ম-ক্ষমতায়ন শব্দটি পুনরায় শুনতে চাই না। | 彼はこう続ける。 |
19 | অরি অকোল্লহ এমওয়াঙ্গি টুইটারে ব্যাখ্যা করেছেন, আফ্রিকার সংস্কৃতিতে নিহতদের নাম প্রকাশ করা কেন গুরুত্বপূর্ণঃ | 私は、3百万のナイロビ市民が街にあふれ出て、殺された私たちの子どものために泣き、歌い、抱き合う姿が見たい。 |
20 | নামকরণ করা এবং বিভিন্ন অনুষ্ঠানাদির নামকরণ করা আফ্রিকান সংস্কৃতিতে বেশ বড় বিষয়। | ほとんど自分の世界にこもって暮らす人ばかりだと思うのは、もうやめたい。 |
21 | এটি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবনের অর্থ বোঝায়। | 自分を励ます言葉など、もう2度と聞きたくない。 |
22 | আর তাই একজন একজন করে আমরা তাদের সবার নামকরণ করব। নিহতদের প্রতি আরও হৃদয়বান হতে কয়েকজন টুইটার ব্যবহারকারী তাদের নাম এবং ছবিগুলো শেয়ার করতে #১৪৭শুধুএকটিনম্বরনয় হ্যাশট্যাগটি টুইট করেছেনঃ | オリー・オコロー・ムワンギは、アフリカの文化で犠牲者の名前が重要とされる理由を、ツイッター上で解説している。 |
23 | শান্তিতে ঘুমাও এলিজাবেথ নিয়ানগারোরা। | 名付けと命名儀式はアフリカ文化では一大事。 |
24 | সেন্ট অ্যাণ্ড্রুজ কাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে পাশ কৃত। | それは過去世、現世、来世を表す。 |
25 | ইনি হচ্ছেন টোবিয়াস। | だから我々は一人ひとりを名前で呼ぶ。 |
26 | #গেরিসাআক্রমণ এ মারা যান। আমাদের কাছে তার নম্বর নাই। | 犠牲者に人間味を与えようと、#147notjustanumber (単なる数字じゃない147名)のハッシュタグをつけて、彼らの名前と写真を投稿しているツイッターユーザーもいる。 |
27 | তিনি পুত্র, ভাই ও বন্ধুবান্ধব রেখে গেছেন। | 追悼、エリザベス・ニャンガローラ。 |
28 | শান্তিতে ঘুমাও বিটি অয়াঞ্জিকু (শিকো)। | 2012年セント・アンドリュース・カンガ女子高卒。 |
29 | প্রথম বর্ষের শিক্ষার্থী। | この子はトビアス、ガリッサ襲撃で死んだ。 |
30 | এঞ্জেলো ‘কা/জোজো' কামিতা গিথাকাওয়া। | 私たちにとって彼は数字ではなく、息子であり、兄弟であり、友であった。 |
31 | কারিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের একজন প্রাক্তন ছাত্রী। | 追悼、アイビー・ベティー・ワンジク(シコ)1年生。 |
32 | আমরা আমাদের অন্তরে তাদের স্মৃতি চিরকাল ধারণ করব। | アンジェラ・『カ/ジョジョ』・キマタ・ギタクワ、カリマ女子高校の2011年卒業アルバムより。 |
33 | দয়া করে, তাদের জীবনবৃত্তান্ত এবং ছবি পাঠান। | 思い出は永遠に心の中に。 |
34 | আক্রমণকারীরা যেহেতু সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন এবং তাদের নামগুলো অমর হয়ে আছে, তাই তাদের হাতে নিহতরা পরিসংখ্যানের মতোই হারিয়ে যাচ্ছেন। | どうか彼らの略歴と写真を送り続けてください。 襲撃者はニュースの見出しを飾りその名を永遠に残すのに、犠牲者は単なる統計として忘れ去られる。 |
35 | @রেকলভিসে লিখেছেন, এটি জীবনের ব্যাপার কোন পরিসংখ্যানের বিষয় নয়ঃ | それは人の命であり、統計的数値ではない、と@Reclvseは書いた。 |
36 | #১৪৭শুধুএকটিনম্বরনয় নিশ্চিত করতে গেরিসা আক্রমণে নিহতদের নামগুলো এবং গল্পগুলো কেনিয়ানরা যেভাবে উল্লেখ করছেন তা আমার ভালো লেগেছে। | ケニアの人たちがガリッサ襲撃犠牲者の名前を出して話をし、#147notjustanumber(単なる数字じゃない147名)を確かめ合ってる。 |
37 | এগুলো জীবন, কোন পরিসংখ্যান নয়। | 良いやり方だと思う。 |
38 | @লুনারনোমাদ হ্যাশট্যাগটি তৈরির পিছনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছেনঃ | 人の命、それは統計的数値じゃない。 |
39 | #গেরিসা আক্রমণ সম্পর্কে প্রচার মাধ্যমগুলোতে বিভিন্ন রক্তাক্ত ছবি দেখতে দেখতে আমি খুব ক্লান্ত। | @lunarnomadは、このハッシュタグの隠れた狙いについてこう話した。 |
40 | বিলেটের পিছনে থাকা মানুষদের দেখতে #১৪৭শুধুএকটিনম্বরনয় হ্যাশট্যাগটি দেখুন। | メディアが流すガリッサ関連の血まみれたイメージにうんざりしたから、#147notjustanumberをチェックして銃弾の背後の人間を見てるの。 |
41 | মেরি এনজেরি এমবুরু টুইট করেছেনঃ | Mary Njeri Mburuはツイートする。 |
42 | আমি আশা করি, ওয়েস্টগেটের পর মুদ্রণ প্রচার মাধ্যমগুলো যেমন মুক্তভাবে শোকসংবাদ ছাপিয়েছে, গেরিসা হামলায় নিহতদের জন্যও তারা তেমন কিছুই করবে। | ウェストゲート(ショッピングモール)襲撃事件のときみたいに、ガリッサ襲撃犠牲者の死亡記事も新聞社が無料で配ってくれればいいのに。 |
43 | #কেনিয়ান জীবনগুলো অর্থবহ শিরোনামে ভিন্ন আরেকটি হ্যাশট্যাগের অধীনে ইউনিস একটি কেনিয়ান প্রবাদ শেয়ার করেছেন। | ユーニスはケニアのことわざを、別の#KenyanLivesMatterというハッシュタグをつけて投稿した。 |
44 | হ্যাশট্যাগটি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের #কালোদের জীবনগুলো অর্থবহ আন্দোলনের আদলে তৈরি করেছেনঃ | 米国の#BlackLivesMatter運動(訳注:「黒人の命が重要だ」の意、2014年黒人差別への抗議メッセージに使われた)のもじりである。 |
45 | একটি কেনিয়ান প্রবাদ ~ যে বল প্রয়োগ করে সে কৈফিয়ত দিতে ভয় পায়। | 暴力に頼るものは理性を恐れる--ケニアのことわざから。 私の想いはあなたと共に。 |
46 | আমার ভাবনাগুলো তোমাদের সাথে আছে। | 校正:Yoko Kawakami |