# | ben | jpn |
---|
1 | কুয়েতঃ আমীরকে অপমান করার দায়ে টুইটার ব্যবহারকারীর দুই বছরের কারাদণ্ড | クウェート人のツイッター利用者、首長への侮辱で禁錮2年 |
2 | কুয়েতের এক একটি টুইটার ব্যবহারকারী সাত মাস ধরে কারাগারে আটক, যাকে আমীরকে অপমান করার দায়ে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই সোমবার আরেকজন টুইটার ব্যবহারকারী আইইয়াদ আল হারবিকে একই অভিযোগে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। | (言語コードの記載のないリンク先はアラビア語のもの) [訳注:原文の掲載日は2013年1月10日] あるツイッター利用者がクウェート首長への中傷で禁錮5年の宣告を受けてから7ヶ月、今度はAyyad Al-Harbiというツイッター利用者が、今週月曜に同罪で禁錮2年を言い渡された。 |
3 | হারবি, আমির এবং বিক্ষোভের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমালোচনা করে বেশ কিছু টুইট লেখে। | Al-Harbiは、首長とデモ隊への弾圧に対する批判を何度かツイートした。 |
4 | আদালতের আদেশ অনুসারে (যা কিনা সাবর অনলাইন প্রকাশ করেছে), আইইয়াদ -এর করা টুইট-এ নীচের লাইনগুলোর কারণে তাকে অভিযুক্ত হয়েছে: | 裁判所命令(Sabrオンラインに掲載) によれば、Ayyadが起訴される理由となったツイートには以下の内容があった。 |
5 | - সেই শাসক গোল্লায় যাক যে তার নিজের নাগরিককে কারাগারে পাঠায়। | - 自国民を投獄するような為政者なんかいらない。 |
6 | সেই শাসক গোল্লায় যাক যার সমর্থকের চেয়ে বিরোধীদের সংখ্যা বেশী। - হে রাজন, কুয়েতিদের মাঝে প্রবল ঐক্য প্রদর্শিত হচ্ছে ইরাদা স্কোয়ারে, আর আপনি সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। - আর কি অবশিষ্ট আছে? | 支持派より反対派の多い為政者なんかいらない。 - 殿下よ、エラダ広場(訳注:クウェート議会の前にある広場)でクウェート人同士の団結が最高潮を迎えたのに、あなたはそれを弾圧をしたんだ。 - 後に残ったのは何だ。 |
7 | কোন বিপ্লব না, কোন উন্নয়ন না, কোন স্বাধীনতা না, কোন মর্যাদা না, কোন সংসদ না, কোন ভোট প্রদানের অধিকার না, কোন প্রতিবাদ না, কোন আপত্তি না, ঈশ্বরের দোহাই আপনি আমাদের প্রতি কি ধরনের আচরণ করতে চাচ্ছেন? - আর এতে আমি কোন ধরনের প্রমাণ ছাড়াই নাগরিকদের অপমান এবং অভিযুক্ত করতে পারি এবং বলতে পারি যে এটাই হচ্ছে স্বাধীনতা অথবা কোন এ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তা প্রকাশ হয়েছে? -যদি আপনি কুয়েতি না হন, এবং যদি আপনি উপসাগরীয় এলাকার নাগরিক হন, তাহলে আপনি নিপীড়ন এবং উৎপীড়ক-এর মুখোমুখি হবেন এবং সামান্য তেল -এর মাধ্যমে গ্রেফতার হবেন। - উৎপীড়ন এবং নিপীড়নকে ক্ষমা করা উচিত নয়, তার ক্ষমতা কেড়ে নেওয়া উচিত এবং তার বিচার হওয়া উচিত, সাথে তার জেল হওয়া উচিত এবং তাকে খুন করা উচিত। - এই রাষ্ট্রকে অভিশাপ দেই, যা কিনা তার কুকুরগুলোকে দেশটির নাগরিকদের মর্যাদা ভক্ষণ থেকে বিরত রাখছে না, কারণ তারা বিরোধীতা করছে। | 革命もない、発展もない、自由もない、尊厳もない、議会もない、投票もない、抗議もない、反論もない、一体、首長は国民に何をしてくれるというのだ。 - ならば、国民に濡れ衣を着せておとしめ、それが自由だと言うべきか、それとも自分のアカウントが乗っ取られたと言って見逃してもらうか。 - クウェート人でなきゃ他の湾岸諸国の人間なんだろ。 あんたも弾圧され圧政に苦しみ、ささいなことで逮捕されればいいんだ。 - 独裁的で弾圧を行う為政者に弁解の余地はない、失脚して裁判にかけられ投獄されて死刑になるべきなんだ。 - 単に反対派であるというだけで、国家の犬が国民の尊厳を奪うのを野放しにする状態なんてうんざりだ。 |
8 | এছাড়াও আল হারবির বিরুদ্ধে স্বৈরশাসকের সমালোচনা করে ইরাকের কবি আহমেদ মাতার-এর লেখা কবিতা পুনরায় টুইট করার অভিযোগ আনা হয়েছে। | Al-Harbiは、イラク人の詩人Ahmed Matarによる独裁者を批判した詩をリツイートした件でも告訴された。 |
9 | এছাড়াও এই টুইটারকারী জর্ডানের উদ্দেশ্যে আমীরের রওনা দেওয়ার সময় একটি টুইট লিখেছিল, যাতে বলা হয়েছে: | また首長がヨルダンを訪れた際にも、こんなことをツイートしている。 |
10 | মাছ মারার জন্য জর্ডানের উদ্দেশ্য যখন আমীর যাত্রা করেন, তখন বড়রা গান ধরে” মানুষকে প্রহার করা একটা রীতিতে পরিণত হয়েছে” আর এরপর শিশুরা বৃষ্টির জন্য গান ধরে। .” | 首長がアンマン(訳注:ヨルダンの首都)へ釣りに行ってから、子どもたちは大人たちに続いて雨乞いの歌を歌った。 |
11 | ঠিক তার বিচারের রায় ঘোষণার পরপর আল হারাবি তার সর্বশেষ টুইটটি করে: | 大人たちは歌う。「 |
12 | @আইইয়াদকিউ৮কিউ৮: আমার স্বদেশ, আমি তোমাকে ভালবাসি! | 民を服従させるのが規範になったのさ」 |
13 | ৬ জানুয়ারি তারিখে আল হারবি পোস্ট করেন, যে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে: | 判決を言い渡された直後、Al-Harbiは最後にこうツイートした。 |
14 | @আইইয়াদকিউ৮কিউ৮: আগামীকাল আমার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিভাগের আনা অভিযোগ সম্বন্ধে আদালতের রায় প্রদান করবে। | @ayyadQ8Q8: わが祖国よ、愛している! |
15 | যে সব অভিযোগ হচ্ছে আমীরকে গালি দেওয়া, বিদেশে মিথ্যা সংবাদ ছড়ানো, এবং মোবাইল ফোনের অপব্যবহার। | 1月6日、Al-Harbiは3つの疑いがかけられていることを明かした。 |
16 | কেবল আপনার প্রার্থনা আমাকে রক্ষা করতে পারে। | @ayyadQ8Q8: 明日の朝、国家保安局が告発した件の判決が下る。 |
17 | কুয়েতের এবং অন্য দেশের টুইটার ব্যবহারকারী এই ধরনের শাস্তি প্রদানের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছে যে এটা বাক স্বাধীনতার লঙ্ঘন। | 首長を中傷した件、嘘のニュースを海外に広めた件、携帯電話を不正使用した件だ。 |
18 | আইইয়াদের বন্ধু হুসাইন আল শামারি, একটি মন্তব্য সহকারে তার ছবি পোস্ট করেছে : | 皆さんの祈りが頼みです。 |
19 | قبل يومين أخرج لي عياد الحربي السلاح الخاص الذي حُكم عليه بالسجن بسببه ، كان عبارة عن 140 حرف وأحلام ممتدة للسماء ! | クウェートをはじめ色々な国のツイッター利用者が、こうした言論の自由を侵害する判決が下ったことを批判的に書いている。 |
20 | “@হাভানা_এইচ: দুই দিন আগে, আইইয়াদ আল হারবি আমাকে তার বিশেষ অস্ত্র প্রদর্শন করে, যার জন্য তার দুবছরের জেল হয়েছে, এটা হচ্ছে ১৪০ অক্ষরের এক লেখা এবং আকাশ ছোয়া এক স্বপ্ন। “ | Ayyadの友人であるHussain Al-Shammariは、Ayyadの写真をコメント付きで投稿した。 |
21 | সাবর অনলাইন সংবাদপত্র একটি ছবি প্রদর্শন করেছে, তাতে দেখা যাচ্ছে যারা তাকে সৌদি নাগরিক হিসেবে অভিযুক্ত করেছে, তার প্রতিক্রিয়ায় তার কুয়েতি সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছে: | Sabrオンライン新聞は、Ayyadはサウジアラビア人であるという告発を受けて、彼がクウェート人であることを示すパスポートを写真掲載した。 |
22 | আইইয়াদ-এর প্রতি একাত্মতা প্রদর্শন করে মিশরীয় একটিভিস্ট গামাল ঈদ মন্তব্য করেছে: | エジプト人活動家のGamal Eidは、仲間意識からコメントを発した。 |
23 | @গামালঈদ: আমাদের বন্ধু এবং সহকর্মী কুয়েতের নাগরিক আইইয়াদ আল হারবি আমাদের মাঝে থেকে গতকাল পর্যন্ত টুইট করে গেছে এবং এখন সে চেতনার বন্দির তালিকায় নতুন আরেকটি নাম হিসেবে যুক্ত হল। | @gamaleid: 我々の友人であり仲間であるクウェート人のAyyad al-Harbiは、昨日まで一緒にツイートしてたのに今では政治犯の一員となってしまった。 |
24 | কুয়েত থেকে মোন্থার আল হাবিব, যিনি এর আগেও এক বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছিলেন, তিনি আইইয়াদের শাস্তি এবং গ্রেফতারকৃত অন্য কুয়েতি নাগরিক, রাশাদ আল ইনিজি ও সালাম আল রুজাইব, যারা সম্প্রতি বিরোধী দল আয়োজিত র্যালির সময় গ্রেফতার হয়েছিলেন, এবং বেদুইন একটিভিস্ট আবদুলহাকিম আল ফাদলিকে নিয়ে টুইট করেন: | 以前に抗議活動で逮捕されたクウェート人のMonther alhabeebは、Ayyadの判決後、最近の抗議デモで逮捕されクウェートで留置されているRashed Al-EniziとSalam Al-Rujaib、そして無国籍活動家Al-Fadhliについてツイートした。 |
25 | @মোনতাহারআল হাবিব:কারাগারে কাটানো আপনাদের প্রতিটি মূহূর্তে, আপনাদের নিঃশ্বাস আপনাদের স্বাধীনতা। | @Montheralhabeeb: 獄中で時が過ぎるなか、君たちは自由を謳歌することだろう。 君たちの過ごす1分は私たちには1時間に思える。 |
26 | ওই সমস্ত প্রতিটি মুহূর্ত আমাদের কাছে ঘন্টার সমান, বিশেষ করে তখন, যখন আমরা বেদনার স্বাদ অনুভব করছি। | 私たちは悲しみにくれているのだから。 この記事の校正はYuri Yoshinoriが担当しました。 |