# | ben | jpn |
---|
1 | ভিডিওঃ ভারত, সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকায় তরুণ বৈজ্ঞানিকরা বিকশিত হচ্ছে | Video: インド、シンガポール、南アフリカの若き科学者の萌芽 |
2 | গুগল বিজ্ঞান মেলা প্রকল্পের (গুগল সায়েন্স ফেয়ার) সেমিফাইনাল-এ উত্তীর্ণদের তালিকা তৈরি হয়ে গেছে, যদিও তা সারা বিশ্বের ১৩-১৮ বছরের কিশোর-কিশোরীর জন্য উন্মুক্ত ছিল, তবে এখানে একটা কৌতূহল জনক বিষয় উল্লেখ করার রয়েছে, সেমিফাইনালের জন্য নির্বাচিত ৬০ জনের বেশিরভাগই হচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং ভারতীয় নাগরিক, এর সাথে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাজ্য এবং কানাডার যুবাদের প্রকল্পও রয়েছে। | The Google Science Fair project の準決勝進出者がリストアップされた。 世界中の13歳~18歳の10代を対象に開催されたにもかかわらず、準決勝進出者に選ばれた60組の中で、米国、シンガポール、インドが過半数を占めたことは特に興味深い。 |
3 | এই ৬০ জন তরুণ প্রতিভাবানদের মধ্যে থেকে সর্বোচ্চ পুরষ্কারের যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবেঃ বিচারকরা এদের মধ্যে থেকে ১৫ জন চুড়ান্ত প্রতিযোগীকে নির্বাচিত করবে, যারা এই প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্টের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে তারা তাদের প্রকল্প উপস্থাপন করবে,আর তাদের মধ্যে থেকে একজনকে সেরা বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। | また、ニュージーランド、南アフリカ、イギリス、カナダからの参加者も含まれている。 驚愕のグランプリ優勝者 (ナショナルジオグラフィック探検旅行と50,000米ドルの奨学金が授与される)は、60組の才能ある若き科学者の成果から選出される。 |
4 | সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে সর্বোচ্চ ভোট পাবে, সে পিপলস চয়েস নামক পুরষ্কার এবং ১০,০০০ মার্কিন ডলার বৃত্তি পাবে। | 審査団が選出した15組の決勝戦進出者は、優勝者決定の前に居住地からアメリカに渡りプロジェクトの発表を行う。 |
5 | গুগল সায়েন্স ফেয়ার পিপলস চয়েজ নামক পুরষ্কারের ভিডিও-র স্ক্রিনশট। জানুয়ারিতে একটি ভিডিও আমন্ত্রণ-এর মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু। | 準決勝進出者の中で、一般からの最多投票を獲得した組は、People's Choice Award(みんなの投票)賞の勝者となり、10,000米ドルの奨学金を獲得する。 |
6 | এই ভিডিওটি ফান রাব গোল্ডবার্গ ধরণের মেশিন যা বৈজ্ঞানিক উপাদান ব্যবহার করে প্রদর্শন করে কিভাবে বিজ্ঞান বৈশ্বিক এক ভাষা রুপান্তরিত হয়েছে। আর মনে হচ্ছে এটা চমৎকার ভাবে কাজ করছে। | Screenshot of Google Science Fair People's Choice Award's Video |
7 | সেমিফাইনালের ক্ষেত্রে ভোট চাওয়ার জন্য যে ভিডিও তার সূত্রমতে ৯০ টি দেশ থেকে ৭০০০ এর বেশি তরুণ বিজ্ঞানী এর জন্য নাম নিবন্ধন করে। | The Google Science Fairは、2011年1月、 ビデオの招待状から始まった。 |
8 | যেমন দক্ষিণ আফ্রিকার লুক টাইলর, ১৩-১৪ বছর বয়স্ক বিভাগে প্রতিযোগিতায় করছে। | その内容は、実験用の器具やツールを使った愉快なルーブ・ゴールドバーグ風の装置をベースにして、科学が全世界の共通語だということを表現している。 |
9 | তার উপস্থাপিত ভিডিও, কি ভাবে একটি রোবটকে শিক্ষা প্রদানের মাধ্যমে ইংরেজিতে দেওয়া নির্দেশ অনুসরণ করানো যায় সেই প্রক্রিয়া ব্যাখ্যা করছে। | その仕掛けはすばらしく機能しているようだ。 ビデオ発表は、準決勝進出者に対して、90ヶ国から7,000票以上が投票されたと伝えている。 |
10 | ভারতের চাইথায়া জি. | 南アフリカのLuke Taylor は13~14歳の部門で競っている。 |
11 | আর এবং সিরি জি. | 彼のビデオプレゼンテーションは、英語で話される指示にロボットがどう従うのかを学ばせるプロセスを説明している。 |
12 | আর যেখানে রেল ক্রসিং-এর গেটে প্রহরী নেই সে সব জায়গায় দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাওয়ার ঘটনা নিয়ে চিন্তাভাবনা করেছে। | インドでは、Chaithya G. |
13 | তারা ধারনা করছে সে সব জায়গায় সিগন্যাল বা সঙ্কেত প্রদান না করার যার ফলে ঘটনার শিকার ব্যক্তিরা জানতে পারে না কখন ট্রেন আসছে। | R. and Siri G.Rが、無人の踏切での列車事故増加は、列車の接近を知らせる信号が無いことが原因ではないかと疑っている。 |
14 | কাজেই এই দুই আবিষ্কারক চুম্বক এবং ইলেকট্রন ব্যবহার করে এমন এক পদ্ধতি নির্মাণ করেছে, যাতে একটি ট্রেনের আসা যাওয়ার ক্ষেত্রে শব্দ এবং আলোর সঙ্কেত প্রদান করা যন্ত্র (সেন্সর) যুক্ত থাকবে এবং একই সাথে তা রেল লাইনের গেট নামিয়ে দেবে। | 彼らは、磁石と電子機器を組み合わせて、警告音と光センサーが列車の通過と対応するシステムを設計した。 遮断機についても同様に動作する。 |
15 | সিঙ্গাপুরের চিয়ু চাই হোয়া জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছে; তার আবিস্কার ভারি ধাতব শিল্পের দ্বারা দুষিত পানিকে শোধনের দ্বারা বিনা মূল্যে পানি প্রদানের নিশ্চয়তা প্রদান করছে। | シンガポールのChiu Chai Hao も熱心に命を救おうとしている。 彼は、水性植物の使用を通して、重金属に汚染されていない清潔な水の利用を提供する。 |
16 | ভারতের সাহিল সাইবলেও পরিবেশের বিষয়ে আগ্রহী। | [編集者注 このプロジェクトは著者が一般公開を取り止めました] |
17 | তার প্রজেক্ট দুর্গম এলাকায় গুরুতপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে উপর মনোযোগ প্রদান করে। | インドのSahil Sahibole も環境に興味を持っている。 |
18 | এই প্রকল্পের বিষয় বিদ্যুৎ না থাকা অবস্থা চিকিত্সার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা। | 彼は、遠隔地の衛生について重要な問題を解決するために、太陽熱の利用に注目してプロジェクトを組んだ。 |
19 | ভারতের নিশানাথ কুমার, কৃষ্ণা বেতাই এবং অনিশ ভি মালাডিও চিকিত্সার উপর মনোযোগ প্রদান করেছে। | 電力を使用しない、安全な高圧蒸気の滅菌器によって医療器具を消毒を行う。 |
20 | তারা এই বিষয়ে একটা যন্ত্র (সেন্সর) সৃষ্টি করেছে যা চিকিত্সকদের জানাবে কখন শরীরে ইন্ট্রাভেনাশ ফ্লুইড-এর পরিমাণ কমে আসছে, এর ফলে বিষয়টি রোগীকে চিকিত্সা দেবার ক্ষেত্রে আরো ভালোভাবে সাহায্য করতে পারবে। | Nishanth Kumar, Krishna Betai and Anish V Malladi のチームもまた医療問題に注目した。 |
21 | তরুণ প্রতিভাবান বিজ্ঞানীদের এ রকম আরো অনেক প্রকল্প পিপলস চয়েস অ্যাওয়ার্ড- নামক পুরষ্কার লাভের আশায় আপনার ভোটের অপেক্ষায় রয়েছে। | このチームは、点滴の輸液減少を医療者に伝えるセンサーを作成し、患者の回復を支援する。 |
22 | যে কোন গ্রুপের জন্য আপনি একবার ভোট প্রদান করতে পারবেন। | ここに掲載した以外にも、才能ある若き科学者によるたくさんのプロジェクトがあり、People's Choice Awardsがあなたからの投票を待っている。 |
23 | http://youtu.be/YRHCCzLZCME | 年齢ごとのグループそれぞれに一回だけ投票できる。 |
24 | | http://youtu.be/YRHCCzLZCME |