# | ben | jpn |
---|
1 | নেপালের অদম্য সাহসী ক্রিকেটারদের কাছে শারীরিক অক্ষমতা কোনো বাধা নয় | 熱いクリケット魂は身体障害をものともしない |
2 | অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। | オーストラリアとニュージーランドで開催中の2015年クリケット・ワールドカップに南アジアが熱狂している。 |
3 | ছবিটি তোলা হয়েছে ভারতের এলাহাবাদ থেকে। ছবি তুলেছেন রিতেশ শুক্লা। | インドのアラーハーバード。 |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১২/২/২০১৫)। সারাবিশ্বের ক্রিকেট ভক্তদের চোখ যখন টিভি পর্দায় বিশ্বকাপের ম্যাচে আটকে আছে, তখন নেপালের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ক্রিকেট মাঠ জন্ম দিলো এক আবেগময় ও সাহসী ঘটনার। | 撮影:Ritesh Shukla 著作権:Demotix(12/2/2015) |
5 | এদিন ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-এ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত উইন্টার কাপ ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান নেপালকে ৩-০ হারায়। | 世界中のクリケットファンがクリケット・ワールドカップを観るためにテレビにかじりいている間、ネパールにあるトリブバン大学工学部のクリケットグラウンドでも同様に、ファンや選手たちにとって情熱的で、魂のこもった瞬間があった。 |
6 | পাকিস্তানের ইসলামাবাদের ইকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওয়াসিম টুইট করেছেন: | 2015年クリケット・ワールドカップでは、パキスタンは西インド諸島に敗退したが、ネパールのカトマンズでは、パキスタンはホスト国のネパールを3-0で破り、冬季国際車いすクリケット選手権大会 では優勝を果たした。 |
7 | নেপালে অনুষ্ঠিত উইন্টার কাপ ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিরিজ জয়ের জন্য পাকিস্তান দলকে অভিনন্দন। | パキスタン、イスラマバードにあるIQRA大学のShahid Waseemがこうツイートした。 |
8 | ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফর্মেন্সের দিকে ইঙ্গিত করে পিটিভি'র একজন ক্রীড়া প্রতিবেদক লিখেন: | パキスタン、2月20日冬季国際車いすクリケットトーナメントシリーズ優勝、おめでとう。( |
9 | বিশ্বকাপ ক্রিকেট দলের চেয়ে আমরা ভালো। | ネパール) |
10 | পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট দল নেপালের বিরুদ্ধে ৩-০ তে জয়ী হয়েছে। | パキスタン代表チームの弱小さをほのめかして、PTV, のスポーツリポーターXeeshanはこのように書いた。 |
11 | গত ১৮-১৯ ফেব্রুয়ারি ২০১৫-এ নেপালের স্পাইনাল কর্ড ইনজুরি স্পোর্টস অ্যাসোসিয়েশন এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। | 「われわれはワールドカップチームよりも優れている」・・パキスタン車いすクリケットチーム、ネパールに3-0で勝利。 |
12 | প্রতিটি ম্যাচ ছিল ১০ ওভারের। | このクリケット大会はネパール脊髄損傷スポーツ協会によって開かれた。 |
13 | পাকিস্তান আর নেপাল দল তিনটি করে ম্যাচ খেলে। | ネパールとパキスタンは2月18日から19日にかけて10オーバーずつ3試合を戦った。 |
14 | সাংবাদিক গজেন্দ্র বুদ্ধাথোকি অর্থনীতি ও উন্নয়ন ইস্যুতে লেখালিখি করেন। | 経済と発展をテーマに書いているジャーナリストのGajendra Budhathokiは、選手たちと一緒に勇気の湧く言葉をいくつかシェアした。 |
15 | তিনি এই অদম্য সাহসী খেলোয়াড়দের উদ্দেশ্যে লিখেছেন: | 君たちはすばらしい。 |
16 | আপনারা সত্যিই সাহসী মানুষ। | 君たちを誇りに思う。 |
17 | আপনাদের জন্য গর্ব অনুভব করি। | 脊髄損傷を負った人々による初の車いすクリケット。 |
18 | মেরুদণ্ডের আঘাত অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো আয়োজন করলো হুইলচেয়ার ক্রিকেট। শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য কাজ করে ন্যাশনাল সিটিং অ্যান্ড মবিলিটি নামে একটি সংস্থা। | 身体障害者コミュニティーを支持するNational Seating and Mobility(訳注:主に車いすを提供している会社)はこうツイートした。 |
19 | সংস্থাটি টুইট করেছে: | ネパール対パキスタン。 |
20 | নেপাল বনাম পাকিস্তান- প্রথম ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট সিরিজ। | 初の国際車いすクリケットシリーズ。 |
21 | প্রথমবারের মতো আয়োজিত ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে নেপালের ১৪ জন খেলোয়াড় অংশ নেন। | その選手権である、初の車いすクリケットの国際試合ではネパールから14人の魂のこもった選手 が初めてクリケットをプレイした。 |
22 | তাদের সবাই মেরুদণ্ডের আঘাতে আক্রান্ত। | すべての選手が脊髄の損傷を負っている。 |
23 | এদের ছয়জন মাওবাদী হামলায়, বাকীরা দুর্ঘটনায় মেরুদণ্ডের আঘাতের শিকার হয়েছেন। | 選手のうち6人は毛沢東主義者によるインド政府への反乱によってけがを負い、他の選手たちは事故による負傷だ。( |
24 | অন্যদিকে প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তান থেকে ১৬ জন হুইলচেয়ার ক্রিকেটার নেপালে এসেছিলেন। | 選手の何人かは牧草や燃料となるマキを集めるなどの家事をしている際起こった事故である。) |
25 | তাদেরও এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। | また同じように、パキスタンからは16人の車いすクリケットプレーヤーがプレイした。 |
26 | সাধারণ ক্রিকেট খেলার মতো হুইলচেয়ার ক্রিকেটে প্রতি দলে ১১ জন করে খেলোয়াড় থাকেন। | それは彼らにとって初の海外遠征だった。 |
27 | তবে খেলা সর্বনিম্ন ১০ এবং সবোর্চ্চ ২০ ওভারে হয়ে থাকে। পিচের দৈর্ঘ্য থাকে ১৬ গজ। | 車いすクリケットは、普通のクリケットと同じように、それぞれのチームから11人ずつプレイするが、最低10オーバー(訳注:投手が6球投球することを1オーバーという)、最高20オーバーに制限されている。 |
28 | আর বাউন্ডারি হয়ে থাকে ৪৫-৫০ গজের মধ্যে। সাধারণ ক্রিকেটের মতো এখানে ব্যাটসম্যান এক, দুই এবং তিন রান নিতে পারেন। | ピッチの長さは16ヤードで、グラウンドバウンダリー(訳注:プレイフィールドの境界線)は40から50ヤードである。 |
29 | ব্যাটসম্যান বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে চার ও ছয় রান নিতে পারেন। | 普通のクリケットのように、車いす打者は1ラン、2ラン、3ランと数える得点のために走る。 |
30 | তাছাড়া সাধারণ ক্রিকেটের মতোও ওয়াইড ও নো বলের নিয়ম রয়েছে। | もしボールがバウンダリーを越えれば、4ランや6ランで、ワイドボールやボールなしも普通のクリケットと同じルールである。 |
31 | আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের প্রথা অনুযায়ী চলতি বছর নেপাল ব্লাইন্ড উইমেনস ক্রিকেট দল পাকিস্তান সফর করবে। সেখানে তারা পাকিস্তান ব্লাইন্ড উইমেনস দলের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। | 国際トーナメントの伝統を守り、今年、 ネパール女子視覚障害者クリケットチームはパキスタン女子視覚障害者クリケットチームとT20シリーズ(訳注:両チームともに1イニングのみ、20オーバー(120球)限定のルール)を戦うためパキスタンに旅立つ。 |
32 | পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের তথ্যমতে, সিরিজে পাঁচটি টি২০ ম্যাচ থাকবে। | パキスタン視覚障害クリケット協議会によると、シリーズの期間、5試合が5都市でプレイされる予定だ。 |
33 | আর পাকিস্তানের পাঁচটি শহরে খেলাগুলো অনুষ্ঠিত হবে। | ネパール視覚障害クリケット協議会 によって2014年に開催されたクリケットの国際試合では、 視覚障害を抱えたネパール女子チームは同じような障害を抱えたイギリスのチームを3-0で破り優勝した。 |
34 | ২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ব্লাইন্ড নেপাল আয়োজিত একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নেপালের ব্লাইন্ড উইমেনস ক্রিকেট দল ব্রিটেনের ব্লাইন্ড উইমেনস ক্রিকেট দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ বিজয়ী হয়েছিল। | ネパールの優勝の後、Nepalnews.com(ネパールのニュースポータルサイト)はこう書いた。 |
35 | নেপালি দলের বিজয়ের পর নেপালনিউজ. | ネパールが、初の女子視覚障害者クリケットシリーズで、イギリス女子視覚障害者クリケットチームに3-0で圧勝。 |
36 | কম নামের একটি নিউজ পোর্টাল লিখে: | ネパール女子視覚障害者クリケットチームのメンバーと同じように、冬季国際車いすクリケット選手権大会に参加したネパールのクリケッターのうち2人は女性である。 |
37 | প্রথমবারের মতো আয়োজিত উইমেনস #ব্লাইন্ডক্রিকেট সিরিজে নেপাল ব্রিটেনের ব্লাইন্ড উইমেনস ক্রিকেট দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। | Laxmi GhimireとHemkala Sunuwarだ。 |
38 | নেপালের ব্লাইন্ড উইমেনস ক্রিকেট দলের খেলোয়াড়দের মতো দু'জন নেপালিজ নারী হুইলচেয়ার খেলোয়াড়ও উইন্টার কাপ ইন্টারন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। | 20歳のLaxmiは家で残りのワールドカップの試合を観ると言った。 他のチームメートもそうするだろう。 |
39 | তারা হলেন লক্ষ্মী ঘিরিমি এবং হেমকালা সানুয়ার। | 脊髄損傷や視覚障害。 |
40 | ২০ বছর বয়সী লক্ষ্মী জানিয়েছেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বাড়িতে বসে দেখবেন। | どちらの障害も、熱い魂がワールドカップの熱情を楽しむことを妨げることはない。 |
41 | মেরুদণ্ডের আঘাত হোক কিংবা দৃষ্টিহীনতা, কোনো কিছুই এই অদম্য সাহসীদের বিশ্বকাপের উচ্ছ্বাস থেকে দূরে রাখতে পারবে না। | 校正:Tamami Inoue |