Sentence alignment for gv-ben-20150514-48610.xml (html) - gv-jpn-20150601-36716.xml (html)

#benjpn
1সমকামী জাপানিরা দিন দিন প্রকাশ্যে বেড়িয়ে আসছেনLGBTをカミングアウトする日本人が増加
2শিরোনামঃ ১৩ জনে ১ জন এলজিবিটি (যৌন সংখ্যালঘু) হিসেবে চিহ্নিত। স্ক্রিনক্যাপ সৌজন্য এনএইচকে13人中1人が自らのことをLGBT(性的マイノリティ)と認識している。
3আন্তর্জাতিক জনসংযোগ এবং অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু পরিচালিত একটি অনলাইন জরিপে দেখা গেছে, ২০ বছর থেকে ৫৯ বছর বয়সী প্রতি ১৩ জন জাপানীর মাঝে ১ জন করে সমকামী নারী, সমকামী পুরুষ, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী (এলজিবিটি) হিসেবে চিহ্নিত হয়েছেন। জাপানি ভাষায় পরিচালিত জরিপটির মূল ফলাফল এখানে পাওয়া যাবে।Caption: 1 in 13 identify as LGBT (“sexual minorities”).
4২০১২ সালের দেন্তসু সমীক্ষার ফলাফলের তুলনায় এই সংখ্যা বেড়েছে।Screencap courtesy NHK
5সে সমীক্ষায় প্রতি ১৯ জন উত্তরদাতার মাঝে ১ জন করে এলজিবিটি হিসেবে সনাক্ত হয়েছিলেন। জাপানে বেশ কয়েকটি শহরে সমকামী নাগরিক ইউনিয়ন'কে স্বীকৃতি দেয়ার পর এবং জাপানি শিক্ষা মন্ত্রণালয় জাপানি সমাজে বৈচিত্র্য বাড়াতে নতুন পাঠক্রম চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন করার মাত্র এক মাসের মধ্যে ২০১৫ সালের এপ্রিল মাসে পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশিত হল।大手広告代理店の電通がオンラインで行った調査で、20歳から59歳の13人に1人(人口の7.7%)が自らをレズビアン、ゲイ、バイセクシャル、トランスジェンダー(LGBT)と考えていることが分かった。
6২০১৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু সনাক্ত করেছে যে জাপানে ভোক্তাদের একটি ক্রমবর্ধমান প্রভাবশালী জনসংখ্যা হয়ে উঠছে এলজিবিটি সম্প্রদায়।実際の調査結果はこちらのサイトへ。
7এ সম্প্রদায় বছরের ৫ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইয়েন (আনুমানিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করে থাকে।同じく電通が2012年に行った調査では、、今回の結果はこの時よりもLGBT層に増加が見られた。
8২০১৫ সালের ৭ এবং ৮ এপ্রিল দেন্তসু ইন্টারনেটে ৭০ হাজার লোকের উপর সমীক্ষাটি চালিয়েছে।同姓愛者も結婚に相当する関係を持てるよう国内の自冶体が認め、さらには、文部科学省が、日本の社会において多様性を推進する新しい教育方針を導入した。
9ফলাফলে দেখা যায়, জাপানিদের শতকরা ৭ দশমিক ৭ শতাংশ লোক সমকামী।それから1ヶ月も経たない2015年4月、調査が行われ結果が発表された。
10বয়সের ভিত্তিতে ফলাফলটি জানানো হয়েছেঃ他にも4月のニュースでは、広告代理店の電通がLGBT層には年間5.94兆円にも及ぶ購買力があり、消費者市場に大きな影響を及ぼすとして取り上げられた。
11জরিপে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন বয়সে তাঁরা প্রথম নিজেদের সমকামী পুরুষ, সমকামী নারী, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে বুঝতে পারেন?日本人の7.7%がLGBTであることが分かった。
12তাদের শতকরা ১৮ দশমিক ৬ শতাংশ (বেশিরভাগ উত্তরদাতা) এর উত্তর ছিল ১৩ থেকে ১৫ বছর বয়সের মাঝে।さらに電通は、2015年4月7日と8日にインターネットを通じ、全国7万人を対象にLGBTを自覚した時期について調査した。
13পরবর্তী শতকরা ১৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা বলেছেন, ৬ বছর বয়সের মাঝেই তাঁরা নিজেদের এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন। উত্তরদাতাদের শতকরা ১৬ শতাংশ বলেছেন, তাঁরা ১০ থেকে ১২ বছর বয়সে নিজেদের এলজিবিটি হিসেবে চিহ্নিত করতে পেরেছেন।自分が当事者かもしれないと気付いた時期については、「13歳から15歳」が最も多く18.6%、次いで6歳以下が17.2%、「10歳から12歳」が16%、40歳を過ぎてからという人も9.8%いました。
14শতকরা ৯ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাঁরা ৪০ বছর বয়সের পর নিজেকে এলজিবিটি হিসেবে চিহ্নিত করেছেন।一方で、当事者であることを誰にも明らかにしていないと答えた人は56.8%に上っていました。
15তবে বাকি শতকরা ৫৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা কখন তাঁদের নিজেদের প্রথম এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন তা প্রকাশ করতে চাননি।この調査と同じ時期に、フェンシング元日本女子代表で、性同一性障害を抱える杉山文野さんが、あるニュースを受けてコメントをした。
16একই সময়ে ফুমিনো সুগিয়ামা খবরে মন্তব্য করেছেন, টোকিওর শিবুয়া ওয়ার্ডে সমকামী ইউনিয়নগুলোকে স্বীকৃতি জানাতে সার্টিফিকেট ইস্যু শুরু করা হবে।そのニュースは、東京渋谷区が同性カップルにパートナーシップ証明書を発行することが可決されたというものである。
17উল্লেখ্য, তিনি জাতীয় মহিলা দলের সাবেক অসিক্রীড়ক।4月23日の外国人記者クラブでの記者会見で、杉山さんはこう話している。
18তিনি তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষে পরিণত হয়েছেন।性的少数者が自分たちの隣にもいることを知ってほしい
19জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে গত ২৩ এপ্রিল তারিখে সংবাদ সম্মেলনে সুগিয়ামা বলেছেনঃ杉山さんは女として生まれたが、幼稚園の頃から心は男であると自覚し、スカートを着るのが嫌でよく泣いていたと言う。
20আমি সবাইকে জানাতে চাই যে এখানে কিছু সংখ্যক লোক এলজিবিটি (“যৌন সংখ্যালঘু, 性的少数者”) হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা আমাদের আশেপাশের পরিচিতজন।杉山さんは企業家として成功し、ファッションモデル、芸能人、さらには日本のLGBT団体の代弁者としても活躍している。
21সুগিয়ামা একজন নারী হিসেবে জন্মেছেন।こちらは、外国人記者クラブでの杉山さんの記者会見の模様である。
22তিনি বলেছেন, কিন্ডারগার্টেনে পড়াশুনা করার সময় থেকে তিনি নিজেকে একজন পুরুষ হিসেবে চিন্তা করতে শুরু করেন এবং শিশু বয়স থেকেই তিনি স্কার্ট পড়তে চাইতেন না বলে কাঁদতেন।外国人記者クラブでの記者会見模様です。 https://t.co/yaJ6wOwWeN
23সুগিয়ামা একজন সফল উদ্যোক্তা, ফ্যাশন মডেল, বিনোদনকারী এবং জাপানের এলজিবিটি সম্প্রদায়ের মুখপাত্রে পরিণত হয়েছেন। সুগিয়ামার মন্তব্য সম্বলিত সম্পূর্ণ এফসিসিজে সংবাদ সম্মেলনটি এখানে দেখা যাবেঃ- 杉山文野 (@fumino810) April 24, 2015
24জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে সংবাদ সম্মেলন - ফুমিনো সুগিয়ামা।校正:Izumi Mihashi