Sentence alignment for gv-ben-20150605-49085.xml (html) - gv-jpn-20151201-37862.xml (html)

#benjpn
1আস্থাযোগ্য সহনশীলতা এবং জাতিগত বৈচিত্রের প্রচারে মিয়ানমারে সেলফি প্রচারাভিযান友情に宗教・民族は関係ない。
2#আমারবন্ধু প্রচারাভিযানের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি।ミャンマーで行われている、新しいセルフィーの活用方法
3মিয়ানমারে সৃষ্ট ক্রমবর্ধমান ঘৃণা, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রচারের উদ্দেশে সে দেশে একটি সেলফি প্রচারণা শুরু হয়েছে।#myfriendキャンペーンの一場面、写真はFacebookページより
4ফেসবুক প্রচারণাটি দেশটির সবচেয়ে বড় শহর ইয়াংগুন থেকে কিছু যুবকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।現在ミャンマーの各地では異なった宗教や種族へのヘイトスピーチや差別、コミュニティー間の衝突が多発している。
5প্রচারাভিযানটি গত এপ্রিলে উদ্বোধন করা হয়।そんな中、寛容と友好を奨励するセルフィーキャンペーンが実施されている。
6যাদের ভিন্ন জাতিগোষ্ঠীর বা ধর্মের বন্ধু রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আহ্বান জানিয়ে প্রচারাভিযানটি শুরু হয়েছে।このFacebook上のキャンペーンは、ミャンマーで一番大きな都市であるヤンゴンの若者達を中心に2015年4月から開始された。
7প্রচারণাটি #আমারবন্ধু এবং #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই হ্যাশট্যাগ ব্যবহার করছে।自分と異なる民族や宗教の友人とのセルフィーを人々に呼びかけている。
8২০১২ সাল থেকে কেন্দ্রীয় মিয়ানমার, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের কিছু বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে। এসব স্থানের মধ্যে কেন্দ্রীয় মিয়ানমারের মেইখটিলা অঞ্চলও রয়েছে।キャンペーンには#myfriendと#friendship_has_no_boundariesというハッシュタグが使用される。
9সেখানে বৌদ্ধ ও মুসলমান উভয় সম্প্রদায়ের ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে।2012年以降、ミャンマー中部、西部、北部では一部の仏教徒と、少数派のムスリム間で断続的な衝突が起きている。
10সবচেয়ে গুরুতর সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয় ২০১২ সালের অক্টোবর মাসে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে।ミャンマー中部のメイッティーラではでは仏教徒とムスリムの住む地区の家が焼かれてしまい、何千もの人々が自分たちの居住地を追われた。
11সেখানকার রোহিঙ্গা মুসলমানরা সিত্তে শহরের কাছে শরণার্থী শিবিরে বসবাস করছে।一番深刻な衝突は2012年10月にミャンマー西部のラカイン州で発生し、ムスリムのロヒンギャはシットゥエの町近くの避難民キャンプでの生活を強いられている。
12মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে।ミャンマー政府は、ロヒンギャ族は不法移民であるとしている。
13একই সময়ে মিয়ানমারের সামাজিক মিডিয়ায় অনলাইনে ঘৃণাত্মক কথন এবং হয়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।時を同じくして、ミャンマーのソーシャルメディアではヘイトスピーチや嫌がらせが広まり、不寛容と差別があふれるようになった。
14এর ফলে একটি অসহিষ্ণুতা এবং বর্ণবাদের পরিবেশ তৈরি হয়েছে।写真は#MyFriendキャンペーンのもので、ミャンマーの特に若者たちが、敬意と友情を示すことにより憎しみあうことを終わりにしようという強い気持ちを語りかけていることが見れる。
15মিয়ানমারে মানুষ, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের সবাই যে সম্মান এবং বন্ধুত্ব প্রদর্শনের মাধ্যমে ঘৃণার এই অসুস্থ পরিবেশের পরিসমাপ্তি ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ তাঁর প্রমাণ দিতে #আমারবন্ধু প্রচারণা থেকে কিছু ছবি নীচে দেওয়া হলঃ仏教徒のハン・セス・ルーがアップしたムスリムの友達との1枚。
16হান শেঠ লু নামের একজন মুসলিম তার বৌদ্ধ বন্ধুর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন:「僕は仏教徒、友達はムスリムなんだ。
17আমি একজন বৌদ্ধ এবং আমার বন্ধু একজন মুসলমান।僕は少年で、彼女は少女。
18আমি ছেলে আর সে মেয়ে।僕たちはお互い違うけど、受け入れあってる。
19আমরা ভিন্ন ধরণের কিন্তু আমরা একে অপরকে মেনে নিয়েছি।人生は永遠じゃないんだから、今を楽しんでいかなきゃね。
20জীবন স্থায়ী নয়, এই মুহূর্তে নিজেকে উপভোগ কর।友情には境界線なんてないんだから。」
21কারণ বন্ধুত্বের কোন সীমানা নাই #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে#MyFriend #Friendship_has_no_boundaries - looking for peace with May Khin
22রডি দীন নামের একজন খ্রিস্টান থাইল্যান্ড থেকে তার বৌদ্ধ বন্ধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন:キリスト教徒のロディ・ディンがシェアしたタイの仏教徒の友人との1枚。
23“আমি [খৃষ্টান/ছিন_মিয়ানমার] এবং আমার বন্ধু [বৌদ্ধ/ থাই]”「私はミャンマーに住むチン族のキリスト教徒、友人はタイの仏教徒です。」
24সে একজন শিখ এবং আমি একজন মুসলমান।「彼はシークで私はムスリム。
25আমরা বন্ধু।でも友達よ。
26যদিও আমাদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, আমরা আমাদের নিজস্ব মতামত এবং বিশ্বাস শেয়ার করি, আমরা আমাদের বিভিন্ন পরিচয়কে গ্রহণ করি ও সম্মান জানাই।違いはあるもののそれぞれの意見や信念を分かち合い、 お互いのアイデンティティの違いを認め、 尊重しているわ」 #Myfriend #Friendship_has_no_boundaries
27#আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে校正:Mitsuo Sugano