# | ben | jpn |
---|
1 | রাশিয়ার শীতকালীন অলিম্পিকের জন্য মজার টাকা | 冬季ロシアオリンピックの変わったお金 |
2 | ১০০ রুবেলের নতুন অলিম্পিক ব্যাংক নোটটি প্রদর্শন করা হচ্ছে। | 新しく発行された100ルーブルオリンピック紙幣。 |
3 | ইউটিউব স্ক্রিনশট। | Youtubeスクリーンショット。 |
4 | ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আর ১০০ দিনের চেয়েও কম সময় হাতে আছে। | 2014年冬季オリンピック開会式まで100日を切った。 |
5 | দিনটি যতো ঘনিয়ে আসছে, ততো বেশী করে অপবাদ প্রকাশিত হচ্ছে। | その日が近付くにつれ、ますます多くのスキャンダルが明るみに出てきている。 |
6 | সাম্প্রতিক সময়ে প্রকাশিত অপবাদগুলোর মধ্যে একটি [রুশ] হচ্ছে, গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক অলিম্পিকের স্মারক নোট হিসেবে ১০০ রুবলের একটি ব্যাংক নোট বাজারে ছেড়েছে। | 最新のもの [ru] は先週中央銀行が発行したオリンピックをテーマにした新しい100ルーブル紙幣に関することである。 |
7 | সর্বপ্রথম রাশিয়ান ব্লগাররা নতুন বিলটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে। | まずロシア人ブロガー達が新しい紙幣に高い関心をもった。 |
8 | প্রায়ই অলিম্পিক গেমসের স্মারক উৎসব করা হয় নতুন মুদ্রা প্রকাশের মাধ্যমে। কিন্তু অলিম্পিককে (২০০৮ সালে গ্রীষ্মকালীন গেমস উপলক্ষে চীন একটি নোট প্রকাশ করেছিল) উৎসর্গ করে এবারের মতো খুব অল্প কয়েক বারই স্মারক নোট প্রকাশ করা হয়েছে। | オリンピック記念に硬貨はよく発行されるが、今回はオリンピック記念に紙幣が発行された珍しい事例である(なお中国は2008年の夏季大会時に紙幣を発行した)。 |
9 | সাধারণত নোটের চিত্রটি লম্বালম্বি হয়ে থাকে, কিন্তু এই চিত্রটি আনুভূমিক। | 珍しいことに絵柄は横ではなく縦である。 |
10 | নোটটির এক প্রান্তে তুষার আঁকা সীমানা এবং নোটজুড়ে লাফ দেয়ার মাঝামাঝি অবস্থার একটি ছবি। | このお札の片側には一人のスノーボーダーがジャンプしている姿が描かれている。 |
11 | রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্পন্সর করা একটি প্রতিযোগিতা থেকে ছবিটি নেয়া হয়েছে। | この絵柄はロシア中央銀行がスポンサーになったあるコンテストから選ばれたものである。 |
12 | সেই প্রতিযোগিতার বিজয়ী সেইন্ট পিটার্সবার্গের কলা একাডেমীর ছাত্র পাভেল বুশুয়েভ'র [রুশ] আঁকা ছবিটিই অলিম্পিক গেমসকে সর্বোতভাবে প্রতিনিধিত্ব করছেন। | オリンピックを最も象徴した絵を描いた優勝者は、 サンクトペテルブルク芸術アカデミーの学生、 Pavel Bushuyevだった [ru]. |
13 | বুশুয়েভকে তাঁর বিজয়ের জন্য ব্লগার পাভেল প্রতাসোভ অভিনন্দন জানিয়েছেন এবং মন্তব্য [রুশ] করেছেনঃ | ブロガーのPavel ProtasovはBushuyevの勝利を称え、こうコメントした。 |
14 | আশাকরি, ব্যাংকাররা সবশেষে এই বিজয়ীর সাথে দেখা করার একটি আয়োজন করেছেন এবং তাঁকে এমনকি কিছু অর্থ প্রদান করেছেন। | [ru]: |
15 | তবে নতুন ব্যাংক নোটটিতে এখন যে তুষারের সীমানা দেয়া বিজয়ীর ছবিটি দেখা যাচ্ছে, সেটি যে ইন্টারনেট স্টক ফোটো ‘স্টকএক্সচেঞ্জ' থেকে নেয়া একটি ছবি তা উদ্ঘাটন করতে [রুশ] রাশিয়ান ব্লগারদের খুব বেশী সময় লাগেনি। | どうせBushuyevは銀行と取引して、たぶん何か見返りをもらったのだろう。 |
16 | ফলাফলটি প্রকাশ্যভাবে, অন্যের ছবি চুরির মতো ঘটনা অর্থাৎ কুম্ভিলক বৃত্তিতে পরিনত হয়েছে। | しかしながら、ロシア人ブロガー達がこの優勝したスノーボーダーの絵を発見 [ru] するのに時間はかからなかった。 |
17 | স্টকএক্সচেঞ্জের স্নোবর্ডার ছবির একটি স্ক্রিনশট | 今やこの新しいお札はインターネットストック写真のStockExchangeからとってきた盗作であることが判明している。. |
18 | ব্লগার আন্ড্রে মালজিন এটিকে একই ধরনের [রুশ] আরেকটি ঘটনার সাথে তুলনা [রুশ] করেছেন। | StockExchangeのスノーボーダーの写真のスクリーンショット. |
19 | কয়েক বছর আগে মস্কোতে বলশয় থিয়েটারটি যখন পু্নর্গঠন করা হয়েছিল, তখন একই রকম একটি ঘটনা ঘটেছিল। এই মহাকাব্যিক ব্যর্থতা শুধু একটিমাত্র কুখ্যাত ঘটনার সাথে তুলনা করা যায়। | ブロガーのAndrey Malginは 数年前にモスクワのボリショイ劇場が改築されたときに起きた類似の出来事[ru]と比較した[ru]。 |
20 | ইউরি গ্রিমোভ তখন বলশয় থিয়েটারের জন্য একটি অভিজাত, বিশাল ব্যায়বহুল লোগো এঁকেছিলেন। লোকজন পরে বুঝতে পারলো, এই সুন্দর ছবিটি আরিদি নামের একটি পুরনো ছবির ক্যাটালগে দেখা গেছে। | このとんでもない失敗は、YuriGrymovが ボルショイ劇場に豪華で大変高価なロゴを描いたものの、 その後人々がAridiという古いイメージカタログに美しい絵を発見し、結局99ドルで欲しがった者に売られてしまった悪名高い事例と瓜二つである。 |
21 | ক্যাটালগটি যেকোন লোকের কাছে ৯৯ ডলারের বিনিময়ে বিক্রি করা হয়। যাইহোক, ছবির ব্লগার ইলিয়া ভারলামোভ, বুশুয়েভ এবং তাঁর ছবিটি আঁকার পক্ষ নিয়ে বলেছেন [রুশ], যেহেতু আসল কপিটিও একটি ছবি, তাই এটি কোন বড় ঘটনা নয়ঃ | しかしながら、写真ブロガーのIlya VarlamovはByushevと彼の絵を 擁護し [ru] 元々写真から起こしたものなのだから大した問題ではないと主張している[ru]。 |
22 | সাধারন চোখে আমি বুঝতে পারছি না, সমস্যাটা কি। | 一般的に言って写真をもとに描かれたスノーボーダーの何が問題なのかが分からない。 |
23 | তুষারসীমানার চিত্রটি একটি ছবি থেকে আঁকা হয়েছে, এটাই কি সমস্যা? | 批判しているひとたちはスノーボーダーがどうやって描かれるべきだと考えているんだろうか? |
24 | সমালোচকদের মতে, তুষারসীমানার চিত্রটি কোথা থেকে আঁকা উচিৎ বলে আপনারা মনে করছেন? | 想像から? |
25 | কল্পনা থেকে? | どこかのモデルから? |
26 | নাকি কোন নকশা থেকে? | 彼は批判意見に批判してこう付け加えた。 |
27 | সমালোচকদের সমালোচনা করে তিনি আরো বলেছেনঃ | デザイナーがどうやって作品作っているのか分かっているのかな? |
28 | এমনকি আপনারা কি বোঝেন, কীভাবে একজন ডিজাইনার কাজ করেন? | 実際もし2つのイメージを合体させたら例のお札の写真が100%コピーでないことは分かるだろう。 |
29 | কারো অধিকারই এতে লঙ্ঘিত হয়নি। | つまり誰の権利も侵害されていないんだ。 |
30 | এমনকি আপনি যদি দু'টি ছবি একসাথে করেন, তাহলে দেখবেন যে, নোটের ছবিটি শতকরা ১০০ ভাগ নকল করা হয়নি… এই অলিম্পিক গেমসগুলো নিয়ে লোকজন একেবারেই উন্মাদ হয়ে গেছে। | 人々は今回のオリンピックの大会に全くまともじゃないよ。「 |
31 | ব্যাপারটি এমন মনে হচ্ছে, যেন “রাশিয়ার জন্য বৃহত্তর কোন লজ্জাজনক বিষয় খোঁজার” জন্য কোথাও কোন প্রতিযোগিতা হচ্ছে। | ロシアにとってより大きな不名誉を探す」競争でもどこかでやっているかのようだ。 |
32 | সোচি গেমস যেহেতু সমাপ্তির দ্বারপ্রান্তে এসে গেছে এবং অপবাদের সংখ্যা বেড়েই চলেছে, সেহেতু ভারলামোভ কি সঠিক? | ソチ大会の開催が迫ってくるにつれてスキャンダルが増えてきているが、Varlamovは正しいのだろうか? |
33 | রাশিয়ান ব্লগাররা কি শুধুই অভিযোগ করার জন্য কোন বাহানা খুঁজছেন, নাকি রাশিয়াতে অলিম্পিকের আয়োজনে কোন দূর্যোগ ঘটতে যাচ্ছে? | ロシア人ブロガー達は、ロシアでのオリンピックの開催が大失敗に終わってしまうのではないかと、不満を言う口実を単に探しているだけなのだろうか? |