Sentence alignment for gv-ben-20130624-36990.xml (html) - gv-jpn-20130802-23910.xml (html)

#benjpn
1ফাউজিয়া কোফি কি আফগানিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে পারবেন?フォージア・クーフィ、アフガニスタン初の女性大統領となり得るか?
2আফগানিস্তানে পরবর্তী রাষ্ট্রপতি খোঁজা শুরু হয়েছে।[言語コードのないリンク先は、すべて英語のサイトです]
3গত শরতে আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন ২০১৪ সালের ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।
4গত মাসের শেষ থেকে ভোটার নিবন্ধন কাজ শুরু হয়েছে।アフガニスタン次期大統領探しが始まった。
5আর এই কাজ চলবে ভোটের দুই সপ্তাহ আগ পর্যন্ত। এখনো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিদের চূড়ান্ত না হলেও কয়েকজনের নাম নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।昨秋、アフガニスタン独立選挙委員会(IEC)は、次回大統領選を2014年4月5日と決定した。
6এই ভোট আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এর মধ্যে দিয়ে দেশটির বর্তমান রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের দীর্ঘ এক দশক ব্যাপী শাসনের অবসান হবে।有権者登録は先月末(訳注:2013年5月)に始まり、投票日2週間前まで続けられる。
7কারজাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ষড়যন্ত্র এবং হিরোইন বাণিজ্যসহ তালিবানদের সাথে সমাঝোতা করতে না পারার ব্যর্থতার অভিযোগ রয়েছে।
8তালিবানরা নিয়মিতভাবেই [গ্লোবাল ভয়েসেস আর্কাইভ] সাধারণ জনগণ এবং সরকারি কর্মকর্তাদের ওপর আক্রমণ পরিচালনা করেছে।候補者はまだ出そろっていないが、出馬が予想されるうちの何人かは、すでに激しい論戦のまっただ中にいる。
9দেশটির পরবর্তী রাষ্ট্রপতিকেও বিদেশী বাহিনীর সাহায্য ছাড়াই নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হবে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে বিদেশী সৈন্যের উপস্থিতি রয়েছে।今回の選挙は、10年続いたハミド・カルザイ(Hamid Karzai)現政権に、正式な終焉を告げる重大な選挙である。
10তবে তাদের প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফাউজিয়া কোফি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ পেয়েছেন।汚職とヘロイン密売への関わりが取りざたされ、タリバンとの交渉にも何ら進展のない10年であり、タリバンは今なお、市民や政府関係者への攻撃を止めていない[Gloval Voices Archive]。
11তিনি আফগানিস্তানের জাতীয় সংসদের সদস্য এবং নারী অধিকার কর্মী।その上さらに、アフガニスタン次期大統領は、2001年以来国内に駐留している国際部隊の存在なしに、このような安全保障上の脅威に取り組まなければならない。
12সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরো আছেন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের বড় ভাই কাইয়ূম কারজাই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং চক্ষু বিশেষজ্ঞ আবদুল্লাহ আবদুল্লাহ। উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ হামিদ কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।国内外の注目を集める候補者として、現職国会議員で女性の権利活動家でもあるフォージア・クーフィ(Fawzia Koofi)、ハミド・カルザイ現大統領の兄であるカユーム・カルザイ(Qayyem Karzai)、前外相で眼科医、2009年の大統領選でカルザイと争ったアブドラ・アブドラ(Abdullah Abdullah)らの名前があがっている。
13নির্বাচন ঘনিয়ে এনে প্রার্থীর সংখ্যা আরো বাড়বে।選挙が近づけば、候補者の数はさらに増えるだろう。
14ফাউজিয়া কোফি ইতোমধ্যে তার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।フォージア・クーフィはすでに、自身の公式サイト、フェイスブック、ツイッターなどを使って選挙活動を開始している。
15পশ্চিমা মিডিয়া তার নির্বাচনী প্রচারণার ফলাও করে প্রচার করছে এবং তার সাম্প্রতিক প্রকাশিত বই ‘দ্য ফেভারিট ডটাস: ওয়ান উইমেনস ফাইট টু লিড আফগানিস্তান ইনটু দ্য ফিউচার' এর প্রশংসা করেছে।西側メディアはこぞってクーフィの大統領選出馬を記事にし、最近出版されたばかりの書籍「The Favored Daughter:One Woman's Fight to Lead Afghanistan into the Future」(仮訳:「愛娘:ひとりの女性の戦いがアフガニスタンの未来を開く」)を賞賛している。
16২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জন স্টুয়ার্টের ডেইলি শো-এ উপস্থিত হয়ে তার জীবনের সংগ্রাম, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা, আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে কথা বলেন: এটা আমার পছন্দ।2013年2月には、ジョン・スチュワートがホストを務めるザ・デイリーショーに出演し、自身の人生における戦い、選挙への立候補について語り、先の見えないアフガン国民の希望の星になりたいと述べている。
17আমার সামনে অনেক সুযোগ ছিল।これはひとつの選択です。
18যেমন, আমি অন্যদের মতো ইউরোপে যেতে পারতাম কিংবা আমেরিকায় এসে বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম।世の中の多くの人がそうするように、ヨーロッパや米国に行って、贅沢な暮らしをすることもできる。
19অথবা আমি দেশে ফিরে গিয়ে সামান্য পরিবর্তনে অংশগ্রহণ করতে পারতাম।あるいは、もし私にそれができるなら、祖国に残って、小さな変化に貢献しようと努力することもできる。
20আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছি।私は後者を選ぶことにしました。
21যদিও এটা মোটেও সহজ ছিল না।たやすいことではありませんが。
22ডেইলি শো-এ ফাউজিয়া কোফি'র উপস্থিতি বিপুল সংখ্যক আমেরিকান দেখেছেন।クーフィのザ・デイリーショーへの出演は米国で広く放映され、おしゃべりな番組ホストのジョン・スチュワートがこれほど静かにしているのを見たことがない、とツイートした人がいた。
23তাদের একজন স্মরণীয় একটি টুইট পোস্ট করেছেন, সে জন স্টুয়ার্ট কখনোই দেখেনি, সে শো-এর বকরবকর করা উপস্থাপক।しかし、クーフィの支持者たちは、アフガニスタンがまだ、女性大統領を迎えるほどの態勢にはないのではないか、と危惧する。
24কিন্তু সে ছিল চুপ।クーフィはすでに何度か、タリバンに命を狙われている。
25যদিও ফাউজিয়া কোফিকে নিয়ে তার সমর্থকদের ভয় রয়েছে- আফগানিস্তান এখন পর্যন্ত মহিলার রাষ্ট্রপতির জন্য প্রস্তুত নয়।過去にも女性が大統領選に出馬したことはあったが、どの候補者も得票数で5位内にすら入れなかった。
26ফাউজিয়া কোফি ইতোমধ্যে কয়েকবার আলিবান আক্রমণ থেকে বেঁচে গেছেন।さらに別の問題として、選挙の不正がある。
27তাছাড়া এর আগে যত মহিলা রাষ্ট্রপতি পদে লড়েছেন, তারা কেউ-ই প্রথম পাঁচজনের মধ্যে আসতে পারেন নি।2009年の大統領選でアブドラ・アブドラは、不正投票のまん延を理由に、カルザイとの決選投票に参加しなかった。
28নির্বাচনে দুর্নীতি আর একটি বড়ো বিষয়।多くのアフガン人にしてみれば、カルザイ氏族の一員が立候補するだろうと聞くだけで不吉な予感がする。
29২০০৯ এর নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ কারজাইয়ের বিরুদ্ধে ভোট-কারচুপির অভিযোগ এনেছিলেন।フォージア・クーフィ、DangerDan22.wordpress.comから許可を得て掲載
30আফগানিস্তানের অনেকেই মনে করেন, ভোট-যুদ্ধে কারজাই পরিবারের উপস্থিতি অশুভ সংকেতের ইঙ্গিত বহন করে। ফাউজিয়া কোফি।しかしそうは言っても、クーフィの希有な経歴、政治経験、主義主張のための戦いは、これまでの女性候補者と一線を画している。
31ছবি নেয়া হয়েছে DangerDan22.wordpress.com থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।彼女が関心を寄せる女性の権利と汚職の一掃は、どちらもアフガン人にとって極めて重大なテーマであり、女性および低所得者層からの得票につながるだろう。
32তবে কোফি'র চমত্কার ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আগের নারী প্রার্থীদের চেয়ে তাকে আলাদা করে দিয়েছে।
33তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দিয়েছে। এ দুটোই আফগানদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়।Khorasan(@KhorasanCharity)は6月5日、以下のようにツイートしている。
34কম আয়ের আফগান জনগণ এবং নারীদের ভোটে তিনি নির্বাচনে জিতে যেতে পারেন।彼女は、2014年4月まで生き延びれば、アフガン初の女性大統領になり得る人。
35গত ৫ জুন খোরাসান (@KhorasanCharity) টুইট করেছেন:彼女はフォージア・クーフィ。
36তিনি যদি ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি আফগানিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে পারেন। আর তিনি হলেন ফাউজিয়া কোফি।ツイッターでは、スキャンダルになった「スリー・カップス・オブ・ティー(Three Cups of Tea)」の著者Greg Mortenson(@gregmortenson)も発言している。
37“থ্রি কাপস অব টি” বইয়ের লেখক গ্রেগ মরটেনশনও (@gregmortenson) টুইট করেছেন। সেখানে তার জিজ্ঞাসা ছিল:フォージア・クーフィ、アフガニスタン女性議員が2014年大統領選を目指す。
38ফাউজিয়া কোফি, আফগান মহিলা এমপি।アフガニスタンは初の女性大統領輩出で米国に先んじるか。
39তিনি ২০১৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে চাইছেন: আফগানিস্তান কি আমেরিকাকে পরাজিত করতে পারবে- প্রথম নারী নেতৃত্বে? তবে শুজা রাব্বানি (@ShujaRabbani) উল্লেখ করেছেন, কোফি নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন।しかしShuja Rabbani(@shujaRabbani)は、しかしShuja Rabbani(@shujaRabbani)は、クーフィーが大統領選出馬をまともに受け入れて欲しければ、彼女自身、他の政策にも力を入れる必要がある、とコメントする。
40এজন্য তিনি কঠোর পরিশ্রমের সাথে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন: নির্বাচনে জিততে হলে #আফগান নারী রাজনীতিবিদদের নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। http://www.guardian.co.uk/world/2012/feb/17/fawzia-koofi-targets-afghan-presidency … #নারীঅধিকার দীর্ঘ সময়ের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।#Afghan アフガニスタンの女性政治家は、新たな支持獲得の方法を見い出す必要があるだろう。 http://www.guardian.co.uk/world/2012/feb/17/fawzia-koofi-targets-afghan-presidency … - #WomenRights 女性の権利は、ずっと以前からある問題だ。
41ফাউজিয়া কোফির নির্বাচনী প্রচারণার ছবি।フォージア・クーフィ: この国を一緒につくりましょう。
42এখানে লেখা আছে- “আপনারা আমার পাশে থাকলে সবাই মিলেমিশে এই দেশ গড়বো”।私に支援を。 (クーフィ氏フェイスブックから)
43ছবি নেয়া হয়েছে ফেসবুক পেজ থেকে।上の写真は、オンライン活動の一環として、クーフィーがフェイスブックに載せているもの。
44উপরের ছবিটি কোফি'র ফেসবুকে অনলাইন প্রচারণা একটি অংশ।多数の人が写真にコメントし、クーフィー出馬への支持を明らかにしている。
45অনেক মানুষই ছবিতে মন্তব্য করে তার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হোয়াকে সমর্থন দিচ্ছেন।Abdul Haq AD のコメント。
46আবদুল হক এডি মন্তব্য করেছেন:[fa]
47ভাগ্য আপনার সহায় হোক।幸運を祈ります。
48ভালো হয়, দেশ পুনর্গঠনে এবং বর্তমান সমস্যা মোকাবলোয় আপনার কৌশল কি হবে তা যদি সবার সাথে শেয়ার করেন।国の再建、アフガニスタンが抱えている問題を解決するのに、どのような戦略をお持ちでしょうか。
49তবে সব মন্তব্যই উত্সাহব্যঞ্জক নয়।ただし、彼女に好意的なコメントばかりではない。
50আবদুলরহিম মুখলিস লিখেছেন:Adbulrhahim Mukhlisのコメント。[fa]
51দেশের পুনর্গঠনের দায়িত্বে যদি নারীরা থাকে, তাহলে পুরুষরা দেশ ছেড়ে চলে যাবে।女がこの国の再建するなら、男はこの国にとどまるべきではない。
52তিনি তার আগের মন্তব্যে আরো যোগ করেন:同じ発言者はさらに続ける。
53আমার ধারণা, একটি সমাজে পুরুষরা যদি অগ্রসর না হয়, তবে নারীরা কোনো কিছুই করতে পারে না।男が社会を発展させ改善しない限り、女には何もできない。
54শেষে, একটি উদ্বৃতির উল্লেখ করে তিনি তার মন্তব্যে আইনি বিধানের কথা বলেছেন:彼は最後に、発言のよりどころとして、以下の言葉を引用している。[fa]
55নবী বলেছেন: একটি দেশের ভাগ্য যদি নারীর হাতে থাকে, সে দেশটির জন্য অপেক্ষা করছে ধ্বংস এবং দুর্দশা।預言者は語った。「
56২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হামিদ কারজাইয়ের বিরুদ্ধে লড়া আবদুল্লাহ আবদুল্লাহ এখন পর্যন্ত প্রার্থীতার কথা ঘোষণা করেননি।
57তবে কিছু সংবাদসংস্থার সূত্র মতে, এখনো নিশ্চিত না তিনি নির্বাচনে লড়বেন কি না!国の運命が女たちの手に委ねられたら、その先に待つのは破滅と災いだ。」
58গত এপ্রিলে আবদুল্লাহ আবদুল্লাহ উল্লেখ করেছেন, হামিদ কারজাইয়ের ক্ষমতা আকড়ে ধরে থাকাটা প্রতিরোধ করতে হবে।2009年の大統領選でハミド・カルザイに破れたアブドラ・アブドラは、いまだ正式に立候補を表明していない。
59কারজাই পরিবার প্রতিরোধ ছাড়া ক্ষমতা ছাড়বে না।一部報道によると、再びリスクをとるべきかどうか決めかねているらしい。
60বর্তমান পরিস্থিতিতে ড. আবদুল্লাহ পর্যবেক্ষণ কম বা বেশি সঠিক মনে হয়।アブドラは4月に、「憲法の規定によりハミド・カルザイ氏は再出馬できないが、カルザイ家が戦わずしてその権力を手放すことはないだろう」と、発言している。
61যদিও কারজাই এবারের নির্বাচনে দাঁড়াবেন না।アブドラの読みはおおよそ正しい。
62তবে কারজাইয়ের ছোট ভাই সাহসুদ কারজাই গত বছর পাজাওয়াক আফগান নিউজ এজেন্সির সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বড়ো ভাই কাইয়ূম কারজাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন: জনগণ সেইসব পরিবার এবং ব্যক্তিদের ভোট দিবে যারা ক্লিন ইমেজের অধিকারী।カルザイ自身が出馬することはないものの、カルザイの弟マームド・カルザイ(Mahmoud Karzai)は、昨年Pajhwak Afghan Newsの独占インタビューにおいて、候補者の可能性として、カルザイ家の長兄カユーム・カルザイ(Qayyum Karzai)の名前をあげている。
63এবং যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নেই।国民は、不正がなく戦争犯罪にも縁がない家柄や個人に投票する。
64জনগণ কাইয়ুম জানকে বিশ্বাস করে।国民はカユームを信頼し、私は国民と良好な関係にある。
65এবং আমার সাথে জনগণের সুসম্পর্ক আছে।国民は我々に期待し、カルザイ家の誰かが出馬することを望んでいる。
66তারা চাইছে আমাদের কেউ একজন নির্বাচনে দাঁড়াক।しかし、アフガニスタンの人々は、カユーム・カイザルの指名は氏族政治であるとし、その反応は冷たい。
67আগান জনগণ কাইয়ুম কারজাইয়ের মনোনয়নে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে।5月13日、Mohammad Jawad(@MohammadJawad4)は皮肉を込めてツイートする。
68একে স্বজনপ্রীতির রাজনীতি বলে অভিহিত করেছে।彼の弟は大成功だった。
69১৩ মে মোহাম্মদ জাওয়াদ (@MohammadJawad4) ব্যঙ্গ করে টুইট করেন:だから次は、彼に、大統領選に出馬するカルザイの兄に投票しよう。
70আমরা তার ভাইয়ের সাথে সুন্দরভাবে থাকতে পারবো। তাই আমরা তাকে ভোট দিবো।このコメントに、Sajid Arghandaiwal(@SajidArghandaiw)は次のように応答している。
71কারজাইয়ের ভাই রাষ্ট্রপতি পদের জন্য লড়ছেন।彼が大統領になったら、国全体がだめになる。
72মোহাম্মদ জাওয়াদের টুইটের প্রতিউত্তরে সাজিদ আগন্দিওয়াল (@SajidArghandaiw) লিখেন:しかし、Mohammad Jawadは、きっとそうなるような気がしている。
73তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে পুরো দেশটাই রসাতলে যাবে!残念ながら、一般庶民はまたもや、能力ではなく氏族を見て票を投じるだろう。
74তবে মোহাম্মদ জাওয়াদ নিশ্চিত করেন: দু:খজনকভাবে সাধারণ জনতা মেধাবীর কাছে যাওয়ার চেয়ে উপজাতীয় গোত্রের কাছে যাবে।この記事は、中央アジア・アメリカン大学(キルギス、ビシュケク市)におけるGV中央アジア・インターンズ・プロジェクトの一部です。
75এই পোস্টটি কিরগিজস্তানের বিশকেক-এর দি আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়ার জিবি সেন্ট্রাল এশিয়ার ইন্টার্ন প্রজেক্টের অংশবিশেষ।校正:Takuya Oshige