# | ben | jpn |
---|
1 | কুর্দিস্তান: কুর্দি আন্দোলনের অবস্থা | クルド人活動の状況 |
2 | আপনারা হয়ত অবাক হবেন জেনে যে গ্লোবাল ভয়েসেসে কুর্দি ব্লগের উপর প্রতিবেদন প্রচারিত হচ্ছে তুর্কি ব্লগ নিয়ে শুরু হওয়ার অনেক আগে থেকে । | クルドのブロゴスフィアの方がトルコのブロゴスフィアよりもGlobal Voices に長く登場していることに驚く人もいるかも知れない。 |
3 | কিন্তু তুর্কি ব্লগোস্ফিয়ার যেখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে কুর্দি ব্লগ (বিশেষ করে ওদের ইংরেজি ব্লগগুলো) বিলুপ্ত হয়ে যাচ্ছে। | トルコのブロゴスフィアが拡大している一方で、クルドのブロゴスフィア(少なくとも英語のもの)は徐々に姿を消している。 |
4 | আজকের লেখাতে কুর্দি আন্দোলনের বর্তমান অবস্থা (ব্লগিংকে এর একটি অংশ ধরা হয়) এবং কুর্দি কন্ঠগুলিকে প্রসারিত করার নতুন এক উদ্যোগকে তুলে ধরা হয়েছে। | 今日の記事では、現在のクルド活動の状況(ブログがその主要な要素と見なされるため)とクルド人の声を広めるための新しい試みに焦点を当てる。 |
5 | কুর্দি কন্ঠগুলো হ্রাসের কারণ সহজে বোঝানো যাবে না, কিন্তু একটা বড় কারন হলো কুর্দি ওযেব সাইটগুলো বিভিন্ন হ্যাকার দ্বারা আক্রান্ত হওয়া। | クルド人の声がなぜ消えているのかを説明するのは難しいが、ブログが減っている理由は主にクルドのウェブサイトがさまざまなハッカーから攻撃されているためと言えるだろう。 |
6 | ইরাকিকুর্দিস্তান “ডেন্জারাস ঘোস্ট নে মুতলু তুরকুম দিয়েনে” নামক এক হ্যাকার দারা আক্রান্ত হয়েছিল। | IraqiKurdistanは、自称「危険な亡霊ne mutlu kurtum diyene」という人物によりハッキングされた。 |
7 | এবং যদিও এটি যাচাই করতে পারিনি আমার মনে হয় যে একই কারনে ফ্রম হল্যান্ড টু কুর্দিস্তান তাদের ব্লগ শুধুমাত্র আমন্ত্রিত পাঠকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। | また、確認はできていないが、From Holland to Kurdistanのブログは、彼らのサイト(そしてそのオランダ語ニュースサイト)が過去にハッカーによる問題があったために、同様の理由で招待された読者のみへの公開に切替えた。 |
8 | শুধুমাত্র হ্যাকাররাই নয়, কুর্দীরা যেইসব দেশ থেকে লিখছেন সেইসব দেশের সরকারও তাদের জন্য বিপদের কারন। | ハッカーだけではなく政府もクルドのブログにとって脅威だ。 |
9 | দ্য আরব নেটওয়ার্ক ফর কুর্দিশ রাইটস হচ্ছে একটি নতুন প্রতিষ্ঠান যারা কুর্দিশ ব্লগ অনলাইনকে বাচাতে চাচ্ছে। | 新サイトThe Arab Network for Kurdish Rightsは、ウェブ上でクルド人の声の保護に取り組む新しい組織だ。 |
10 | এই মাসের শেষে ছাড়ার জন্যে তারা একটা পিটিশন তৈরি করছে। | 彼らは署名運動を計画中で、今月末には準備ができる予定だ。 |
11 | তার আগে পর্যন্ত তাদের পোস্টের কিছু অংশঃ | その前に、冒頭部分の一部を紹介する。 |
12 | কুর্দিশ রাইটস স্বাধীন কুর্দি ছাত্রদের একটা প্রোজেক্ট যারা মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে কুর্দিদের অধিকার নিযে কাজ করতে চায। | Kurdish Rightsは、中東内にいるクルド人の権利のために戦おうとする独立した学生によるプロジェクトです。 |
13 | এই ওযেব সাইটের মাধমে আমরা কুর্দি ব্লগার ও সাইট পরিচালকদের সুযোগ দিতে চাই যাতে তারা লিখতে পারে। | このウェブサイトでは、イランからトルコ、バーレーンやシリアなど、数え切れない程多くの中東の国々でクルドのブログやサイトがブロックされていても、クルド人ブロガーや管理人が執筆を続けられるようになることを目指しています。 |
14 | যদিও ইরান, তুরস্ক, বাহরাইন, সিরিয়া থেকে শুরু করে প্রায় সব মধ্য প্রাচ্যের দেশে কুর্দি ব্লগ এবং সাইটগুলো ব্যান করে দেয়া হচ্ছে। | 伝統的に、私たちの地域ではクルド人の声を主流メディア媒体にのせることは許されていませんでした。 |
15 | ঐতিহ্যগতভাবে এই অন্চলে মূল সংবাদ মাধমে কুর্দিদের কথা বলতে দেয়া হত না। | 今、私たち学生と青年活動家は立上り、「もうたくさんだ!」 |
16 | এখন আমরা - ছাত্র আর তরুন আন্দোলনকারীরা বলতে চাই “যথেষ্ট হয়েছে” । | と声を上げています。 |
17 | নতুন প্রযুক্তি আমাদের সুযোগ করে দিচ্ছে তাদের আওয়াজ শোনার, যাদের বলতে দেয়া হয়নি পুরো ইতিহাসজুড়ে। | 新しい技術により、歴史の中で声のなかった人びとの声をもっと簡単に聞けるようになりました。 |
18 | আর এই শক্তিশালী মাধ্যমকে আমরা আমাদের সংগী কুর্দি ব্লগার আর লেখকদের কাছ থেকে কেড়ে নিতে দেব না। | 私たちはクルド人ブロガーやウェブ上の作家からこの強力なツールを奪うことを許しません。 |
19 | হেভাল্লো ব্লগ সাইটটি তাদের মিশন স্টেটমেন্টে ওয়েবে কুর্দি কন্ঠের অভাবের কথা তুলে ধরেঃ | サイトHevalloの組織目標では、ウェブ上でのクルド人の声が欠如していることを指摘している: |
20 | এমন একটি সময় যখন তুরস্কে কুর্দি সংগ্রামকে মনস্তাত্বিক যুদ্ধ আর দুর্বৃত্তকরন বলে চালান হচ্ছে তখন দেখা যাচ্ছে ইংলিশে কুর্দি ব্লগ বা সাইট তেমন নেই যারা কুর্দিদের দৃস্টিভঙ্গি আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরবে। ফলে কুর্দিদের উপর আরোপিত সন্ত্রাস ও সন্ত্রাসবাদী এই তকমাগুলোকে যা পশ্চিমের দেশগুলো খুব সহজেই মেনে নেয় তা চ্যালেঞ্জ করার তেমন সুযোগ নেই। | トルコでは心理戦争とクルド人活動の犯罪化が最高潮に達しているという時に、クルド人の観点から情報を伝え、欧米政府が鵜呑みにする「テロリスト」や「テロ」といったレッテルに立ち向かう英語のサイト/ブログが少ないのは衝撃的だ。 |
21 | হেভাল্লো তাই করতে চেষ্টা করে। | Hevalloはそれを実行しようとしている。 |
22 | এই লেখাতে বেশ কয়েকবার সেভরোজটিভি সাইটটির কথা বলা হয়েছে যারা কুর্দি ভাষায় তাদের সম্প্রচার এর অধিকার নিয়ে কাজ করছে। | そしてもちろん、このコラムでも何回か紹介した、クルド人の放送権利を守るために活発に活動してるサイトSaveRojTVだ。 |
23 | কুর্দী আন্দোলনের সাম্প্রতিক কথা বলতে গেলে, সুপরিচিত কুর্দি বিপ্লবী ওরহান দোগানের মৃত্যুতে তুর্কি কুর্দিস্তানের কুর্দিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। | クルド人の活動においては、有名なクルド人活動家オルハン・ドーガンの死により、トルコ・クルディスタンのクルド人は深い悲しみに包まれた。 |
24 | রাস্তি আর হেভাল্লো তে তার এই অসময়ের মৃত্যু আর দাফন নিয়ে খবর ছিল। | RastiとHevalloはともに、彼の早過ぎる死と葬儀からの情報を伝えた。 |
25 | আজকের লেখা আমি শেষ করব জানেতির একটি সুন্দর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে। একজন কুর্দি বিপ্লবী এবং ওরহান দোগানের সহকারী লেইলা যানা সম্বন্ধে তিনি লিখছেন: | 終わりに、Zanetiがもう一人のクルド人活動家でオルハン・ドーガンの友人レイラ・ザナについて書いた素晴らしい記事の中から一部分抜粋して締めくくりたい: |
26 | পৃথিবীর সব জায়গায এমন সাহসী মানুষ পাওয়া যাবে যারা নিজের আর আশপাশের লোকজনের জন্য ঠিক কাজটি করতে বদ্ধপরিকর। | 世界の各地には、自分とその周りにいる人びとのために正しいことをしようと固く決意をした勇気ある人びとがいる。 |
27 | এইসব মানুষ তাদের কাজের জন্যই অন্যের শ্রদ্ধা অর্জন করেন। | 彼らはその行動から敬われている人びとだ。 |
28 | যদিও সময়মত এদের মূল্লায়ন করা হয়না কিন্তু আশা করা হয় যে তারা একসময় তাদের কাজের স্বীকৃতি পাবেন। | 彼らの功績はその時すぐに評価されることはないが、彼らの善意がいつの日か認められるようにと正義ある人びとは望んでいる。 |
29 | লেইলা যানা তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় (উত্তর কুর্দিস্তান) সংগ্রামী জীবনযাপন করছে নিজের মানুষের অধিকার আর গনতন্ত্রের জন্যে যেখানে এই ধারনাটি অর্জন করা মনে হয় আপাতঃদৃষ্টিতে অসম্ভব। | トルコにあるクルド人が大半を占める地域(北クルディスタン)で、レイラ・ザナは、彼女の民族が権利を獲得するために決意し堅く決心をし、叶いそうにない土地で民主主義を探し求め、変わることのない苦悩の日々を送っている。 |
30 | এটা শ্লেষপুর্ন যে তাকে বিভক্তি আর ঘৃনা ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে যদিও সে শান্তি আর গনতন্ত্রের কথা বলে। | 彼女はただ平和と民主主義を語っているだけなのに分離主義や憎悪だといって非難されていることは皮肉だと思うかもしれない。 しかし、これは皮肉ではなく、彼女のような人たちが平和を求めるがために罰せられような状況で憎悪を生み出すこの地域での民主主義の欠如によるものだ。 |
31 | আসলে শ্লেষ নয় বরং তার বাসভুমে গনতন্ত্রের অভাবই ঘৃনার উদ্ভব ঘটায় যখন তার মতন মানুষ শান্তির জন্য চেষ্টা করে আর শাস্তি পায়। | トルコでは、クルド人は恐怖や野蛮な拷問、そして強引な同化政策の標的となっている。 |
32 | তুরস্কে কুর্দিদের উপর সন্ত্রাস ও অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে আর তাদের উপর জোরপূর্বক একাত্মকরণের নীতি আরোপ করা হচ্ছে। | 社会的そして政治的な全ての不平等がクルド人にとって存在し、彼らが住む地域は経済的に未開発だ。 |
33 | কুর্দিরা সামাজিক আর রাজনৈতিক অসামঞ্জস্যতার শিকার আর তাদের এলাকা অর্থনৈতিকভাবে পিছিয়ে। | 世界の大部分がこの国(トルコ)は中東における民主主義を代表する国だというが、これは事実から程遠いということは簡単に言える。 |
34 | যদিও দুনিয়ার অনেকে বলে যে এই দেশ (তুরস্ক) মধ্য প্রাচ্যে গনতন্ত্রের প্রতিনিধিত্ব করে কিন্তু যে কেউই বুঝতে পারবে এটি সত্যি নয়। | 不平等を訴えたクルド人は罰せられ、トルコ国家をおびやかしているというレッテルを貼られ、投獄されてきた。 |
35 | যেসব কুর্দি এই অবিচারের বিরুদ্ধে বলেছে তাদেরকে তুরস্ককে ভয় দেখানোর জন্য শাস্তি দেয়া হয়েছে আর বন্দি করা হয়েছে। | レイラ・ザナの話は、平和的な道を選びそれにより罰せられた全ての人びとを象徴している。 |
36 | লেইলা যানার গল্প সেই সব লোকদের প্রতিনিধিত্ব করে যারা শান্তির পথ বেছে নিযেছে এবং তার জন্য শাস্তি পেযেছে। | 原文:Deborah Ann Dilley |