Sentence alignment for gv-ben-20120318-23577.xml (html) - gv-jpn-20120327-12476.xml (html)

#benjpn
1রাশিয়া: ৭৫-এ পা দিলেন মহাকাশচারী প্রথম নারীロシア:初の女性宇宙飛行士、75歳を迎える
2আন্তর্জাতিক নারী দিবসের ঠিক একদিন আগেই প্রথম মহাকাশচারী নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা তার ৭৫তম জন্মদিন পালন করলেন।
3দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রকেট ভিত্তিক মিসাইল প্রযুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশে অভিযাত্রার প্রতিযোগিতা শুরু হয়েছিল।
4তবে ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক' এর যাত্রা শুরুর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা ঘটা করে শুরু হয় নি।
5১৯৬১ সালে প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন মহাকাশে গিয়েছিলেন।国際女性デーが世界中で祝われた数日前、女性として初めて宇宙に行ったワレンチナ・テレシコワが、75歳の誕生日を迎えた。
6তিনি ভোস্টোক ১ (ইস্ট-এর রাশিয়ান শব্দ) এর পাইলট হয়ে মহাকাশে যান।宇宙開発競争の発端は、アメリカとソ連がロケット技術開発でしのぎを削った第二次世界大戦後に遡るが、1957年にソ連が人工衛星スプートニクを打上げたことで本格的な競争が始まった。
7এর কয়বছর পরে, ভোস্টোক ৬ মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রথম মহিলা হিসেবে তেরেস্কোভা এটিতে চড়ে মহাকাশে যাবার গৌরব অর্জন করেন।1961年には、ボストーク(ロシア語で東の意味)1号に搭乗したユーリイ・ガガーリンが人類として初めて宇宙に行った。
8গত বছর ইঞ্জিনিয়ারিং পাথওয়ে ব্লগ তেরেস্কোভার মহাকাশ অভিযানবার্ষিকীর দিনে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়কালীন ঘটনাগুলো তুলে ধরে।
9উল্লেখ্য, তেরেস্কোভা আমেরিকান প্রতিযোগীর চেয়ে বেশি সময় মহাকাশে ছিলেন:数年後、ボストーク6号が打上られ、テレシコワが宇宙飛行した初の女性となった。
10ইতিহাসের আজকের দিনে- জুন ১৬, ১৯৬৩। ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নারী অভিযাত্রী হিসেবে মহাকাশে যান।Engineering Pathway Blogでは、去年、テレシコワの宇宙飛行を記念し、彼女の飛行時間の記録に注目した。
11তিনি সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান ভোস্টোক ৬-এ চড়ে গিয়েছিলেন।大気圏に再突入した時点で、テレシコワの飛行時間は、それまでのアメリカ人宇宙飛行士全員の飛行時間の合計を上回っていたのだ。
12এই সময়ে তেরেস্কোভা তিনদিন মহাশূন্যে ভেসে ছিলেন। এটা আমেরিকান মহাকাশচারীদের মোট সময়ের চেয়েও বেশি সময়। […]歴史上の今日:1963年6月16日、ソ連のボストーク6号に搭乗したワレンチナ・テレシコワが初めて宇宙に行った女性となった。
13তেরেস্কোভা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।3日間の宇宙飛行を終えたテレシコワの飛行時間は、当時のアメリカ人宇宙飛行士全員の飛行時間の合計を上回った。[ …]
14এর মধ্যে রয়েছে: দুটি অর্ডার অব লেনিন, হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড নেশন গোল্ড মেডেল অব পিস, সিমবা ইন্টারন্যাশনাল উইমেন'স মুভমেন্ট অ্যাওয়ার্ড এবং জুলিয়ট-কুরি গোল্ড মেডেল। ২০০০ সালে ইন্টারন্যাশনাল উইমেন অব দ্য ইয়ার অ্যাসোসিয়েশন তাকে “গ্রেটেস্ট উইমেন অ্যাচিভার অব দ্য সেঞ্চুরি” অ্যাওয়ার্ডে ভুষিত করে।テレシコワは、recognition as a Hero of the Soviet Union、the United Nation Gold Medal of Peace、the Simba International Women's Movement Award、the Joliot-Curie Gold Medalなど、数多くのメダルや名誉賞を授与されている。
15উইমেন অব দ্য উইক ব্লগ প্রকৌশল এবং বিজ্ঞানে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে একটি প্রকাশনা প্রকাশ করে। সেখানে তেরেস্কাভার জীবনের নানা তথ্য দেয়া হয়েছে:2000年には、the International Women of the Year AssociationによりGreatest Woman Achiever of the Centuryに選ばれている。
16ভ্যালেন্টিনা ভ্লদিমিরোভনা তেরেস্কোভা সোভিয়েত ইউনিয়নের ইয়ারেসলাভল অবলাস্টয়ের বোলশোয়ি মাসলেন্নিকোভো এলাকায় ১৯৩৭ সালের ৬ মার্চে জন্মগ্রহণ করেন।工学や科学の分野において多大な貢献をした女性を特集するWoman of the Week Blogでは、テレシコワの経歴を一歩踏み込んで紹介している。
17তার বাবা ভ্লাদিমির আক্সয়েনোভিচ তেরোস্কোভ ছিলেন একজন ট্রাক ড্রাইভার।ワレンチナ・ウラディミローヴナ・テレシコワは1937年3月6日、ソ連ヤロスラブリ州ボリショエ・マスレンニコフ村に生まれた。
18মা ইলিনা ফেডোরোভনা ছিলেন একটি টেক্সটাইল কারখানার কর্মী। এক ভাই, এক বোন ছিল তার।父のVladimir Aksyenovich Tereshkovはトラクター運転手、母のElena Fedorovnaは繊維工場で働いていた。
19বোন বড় আর ভাইটি তার ছোট ছিল।ワレンチナには姉と弟がいた。
20ভালেন্টিনার বাবা ভ্লাদিমির ১৯৩৯-৪০ সালে ফিনো-রাশিয়ার যুদ্ধে গিয়েছিলেন।1939年から1940年にかけておこったソ連・フィンランド戦争で父親が行方不明になり、ワレンチナは姉弟とともに母親に育てられた。
21সেখান থেকে আর ফিরে আসেন নি।第二次世界大戦の影響で、ワレンチナは8歳になるまで学校に行けなかった。
22তাই ভ্যালেন্টিনা এবং তার ভাই-বোনেরা মায়ের কাছেই বড় হন।家族を助けるため繊維工場で働くことになり、17歳で学校を辞めなくてはならなかったが、その後は通信教育で勉強を続けた。
23দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভ্যালেন্টিনা ৮ বছর বয়স পর্যন্ত স্কুলে যেতে পারেন নি।地元(ヤロスラブリ)にあるソ連空軍の外郭団体でスカイダイビングも学んだ。
24পরিবারকে সাহায্য করার জন্য ১৭ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দিয়ে একটি টেক্সটাইল মিলে কাজ নেন।1959年に初めてのダイブをし、働いていた繊維工場でパラシュートクラブも立ち上げた。[ …]
25কাজের পাশাপাশি তিনি করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যান। ভ্যালেন্টিনা তার নিজ শহরে (ইয়ারেসলাভল) সোভিয়েত এয়ার ফোর্সের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে স্কাই ড্রাইভ শেখেন।My Mail.ruユーザのイリーナは、Nikolai Kamanin中将の言葉を引用[ru]し、テレシコワの宇宙飛行中の様子を紹介している。
26১৯৫৯ সালে তিনি প্রথমবারের মতো জাম্প দেন।「私はテレシコワと数回交信した。
27তিনি যে টেক্সটাইল মিলে কাজ করতেন, সেখানে একটি প্যারাসুট ক্লাব প্রতিষ্ঠা করেন। […]テレシコワは疲れているようだったが、自分では認めたくないようだった。[
28মাই মেইল ডট আরইউ ব্যবহারকারী ইরিনা জেনারেল লেফটেন্যান্ট নিকোলাই কামানিন তেরেস্কোভার ফ্লাইট নিয়ে যে তথ্য দিয়েছেন সেটা উদ্বৃত [রাশিয়ান ভাষায়] করেছেন:
29” আমি তেরেস্কোভার সাথে কয়েকবার কথা বলেছি।…]我々がテレビカメラを見るとテレシコワは眠っていた。
30মনে হয়েছে, সে খানিকটা ক্লান্ত।彼女を起こし、これから彼女自身が手動制御しなくてはならない着陸の操作について説明した。[
31তবে, সে এটা স্বীকার করতে চায় নি।宇宙船の姿勢制御が困難だったため、我々は非常に心配していた。] […]」
32[…] আমরা টেলিভিশন ক্যামেরায় দেখলাম যে তিনি ঘুমিয়ে আছেন। আমি তাকে জাগালাম।イリーナは、ロシアへの着陸時の状況とあわせ、テレシコワの宇宙滞在中の様子も紹介している。
33তার সাথে মাটিতে অবতরণ করা নিয়ে কথা বললাম। সে এটা নিজ হাতেই করতে চেয়েছিল।テレシコワは、吐き気など身体的不快感があったにもかかわらず、地球を48周し、約3日間の宇宙滞在を成し遂げた。
34[মহাকাশযানের সার্বিক পরিস্থিতির সাথে পরিচিতি করানো ছিল খুবই জটিলতাপূর্ণ।宇宙滞在中、飛行記録を付け、大気圏と宇宙空間の境界を撮影した。
35এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম]। […]”テレシコワの写真は後に、大気中のエアロゾル層の調査に使用されている。
36এরপরে ইরিনা তেরেস্কোভার মহাকাশে থাকার সময়কালের ঘটনার সাথে সাথে রাশিয়ার মাটিতে অবতরণ নিয়েও মন্তব্য করেছেন:ボストーク6号は、Karagandaの北東およそ620km地点にある、アルタイ地方のBaevski地区に無事着陸した。[ …]
37তিনি বমি বমি ভাব ও শারীরিক অসুবিধা সত্ত্বেও ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন এবং তিনদিন মহাকাশে অবস্থান করেন।テレシコワは、地球が離れて小さくなっていくのを見てどう感じたかを話した際、自身の言葉を引用した。
38তিনি মহাকাশে যা ঘটছে, সেসব লিখে রাখতেন। ক্যামেরায় দিগন্তরেখার ছবি নিতেন।「打ち上げられた瞬間、音のない恐怖の中にいるように感じたわ。
39এগুলো পরে বায়ুমণ্ডলে অ্যারোসল লেয়ার চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়েছে।44年間黙っていたけれど、本当は怖かったの。
40কারাগান্ডা থেকে ৬২০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে বায়েভস্কি এলাকার আলটাইতে ভোস্টোক ৬ নিরাপদে অবতরণ করে। […] মিস তেরেস্কোভা পরে এক আলোচনায় নিজ অভিজ্ঞতার কথা বলেছেন, ক্রমশ: দূরে দূরে যেতে কীভাবে পৃথিবী আবছা হয়ে যাচ্ছিল:眼下に湖が見えた時、はじめて頭に浮かんだのは、”The lord has sent one woman who will be reclaimed into the water!
41” যখন আমাকে ছোঁড়া হলো, আমি ভেবেছিলাম আমি ভৌতিক নিরবতার মধ্যে প্রবেশ করবো।(神よ、悔い改めようとする女を水の中に突き落とすのですか!)”
42যা আমি চূড়ান্তভাবে ৪৪ বছর পরে পেয়েছি।という言葉だったわ。」
43নিচে জলাশয় দেখে আমার প্রথম ধারণা হয়েছিল, “ঈশ্বর একজন নারীকে পাঠিয়েছেন যে পানি থেকে পুনরুদ্ধার করবে!”Woman of the Week Blogでは、宇宙船に滞在した3日間のテレシコワの心身の状態について詳しく紹介している。
44উইমেন অব দ্য উইক ব্লগ তেরেস্কোভা যে তিনদিন মহাকাশে ছিলেন সে সময়কার তার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন ছিল সেটা বিস্তারিতভাবে জানিয়েছে:
45ফ্লাইট সহজ কোনো ব্যাপার ছিল না।宇宙飛行は容易ではなかった。
46মহাকাশচারীদের ভুলভাবে শেখানো হয়েছিল, এবং তা শুধরানোর দরকার হয়ে পড়েছিল।宇宙船本体の姿勢制御が狂っていたため、修正する必要があった。
47দুর্ভাগ্যজনকভাবে তার গ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতে একদিন সময় লেগেছিল।あいにく、ワレンチナは飛行管制センターを説得するのに丸1日を費やした。
48ফ্লাইটে থাকা অবস্থায় তার পেট খারাপ হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।飛行中、ワレンチナは吐き気をもよおし、体調も悪かった。
49গ্রাউন্ডের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সে আসলে মহাকাশে অসুস্থ হয়ে পড়েছিল।管制センターでは宇宙酔いの症状と判断し症状軽減のため、ワレンチナは3日間の飛行期間中、椅子に身体を縛り固定するよう指示された。
50ভ্যালেন্টিনা জানিয়েছেন, তিনি মহাকাশে তিনদিনই তার চেয়ারের সাথে শক্তভাবে আটকে ছিলেন।ようやく着陸した時には、鼻に打撃を受けており暗色のあざが出来ていた。
51তাছাড়া চূড়ান্তভাবে মাটিতে অবতরণ করার সময় তিনি নাকে আঘাত পান।帰還後の広報活動では、厚化粧であざを隠さなくてはならなかった。
52যা থেকে নাকে গভীর কালশিটে দাগ পড়ে। এই মহাকাশযাত্রার প্রোপাগান্ডার জন্যই তিনি নাকের কালশিটে দাগ ঢাকতে কড়া মেকাপ নিতেন।Polly's Piece of Peace Blogでは、テレシコワの歴史的飛行後の人生を記事にしている。
53২০১১ সালে পলিস পিস অব পিস ব্লগ-এর একটি পোস্টে মিস তেরেস্কোভার সেই ইতিহাসময় ফ্লাইটটি নিয়ে আলোচনা করা হয়:先駆的宇宙飛行の後、テレシコワはソ連邦英雄の称号を授けられ、レーニン勲章も授与した。
54তার নেতৃত্বস্থানীয় ফ্লাইটের পর তিনি সোভিয়েত ইউনিয়নের হিরোর খেতাব পান।ジュコフスキー空軍アカデミーで学び、1969年に卒業。
55তাকে অর্ডার অব লেনিন দিয়েও সম্মানিত করা হয়।ソ連政府や共産党における政治的地位も複数有していた。
56তিনি জেহুকোভস্কি মিলিটারি এয়ার একাডেমি থেকে ১৯৬৯ সালে স্নাতক হয়েছেন। তাছাড়া তেরেস্কোভা সোভিয়েত সরকার এবং কমিউনিস্ট পার্টির বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন।USSR(ソビエト社会主義共和国連邦)の広報担当として、テレシコワはthe United Nations Gold Medal of Peaceをはじめ、昨年4月に受賞したthe Order of Friendship from Russian President Medvedevなど多くの国際的な章も受賞している。
57ইউএসএসআর-এর মূখপাত্র ছিলেন তিনি।期間は短かったが、同じ宇宙飛行士と結婚し、娘を出産している。
58তিনি শান্তির জন্য জাতিসংঘের গোল্ড মেডেল পেয়েছেন।宇宙飛行を経験した両親から初めて生まれた子供は、後に医者となっている。
59এসব আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি তিনি গত এপ্রিলে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভের কাছ থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার পেয়েছেন। তিনি সহযোগী এক মহাকাশচারীকে বিয়ে করেছিলেন।宇宙飛行士として初めてthe Order of Friendshipを受賞する ワレンチナ・テレシコワ 2011年4月12日 Photo credit: www.kremlin.ru (CC BY 3.0)
60তিনি মহাকাশ ভ্রমণের সময় তার প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন। মেয়ে ছিল সে।Russel Phillips' Blogに2011年に投稿されたある記事は、テレシコワの簡潔な経歴と、今でも火星に行きたいという夢で締めくくられた。
61পরে সে ডাক্তার হয়েছিল।テレシコワは16歳で働くために学校を辞めた後も、通信教育で勉学を続けた。
62প্রথম মহাকাশচারী স্কোয়াডের সদস্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাবে ভুষিত হয়েছেন।
63এপ্রিল ১২, ২০১১। ছবি কৃতজ্ঞতা: www.kremlin.ru (সিসি বিওয়াই ৩.1969年にジュコフスキー空軍アカデミーを優秀な成績で卒業し、1977年には工学博士号を取得。
64০) মিস তেরেস্কোভাকে নিয়ে ২০১১ সালের পোস্টটি রাসেল ফিলিপস সমাপ্তি টেনেছেন তার জীবনের কিছু কথা দিয়ে।
65সেখানে তার মঙ্গল অভিযানের ইচ্ছার কথাও আছে:70歳の誕生祝いの折には、火星へ行ってみたいと語った。
66১৬ বছর বয়সে তেরেস্কোভা যখন স্কুল ছেড়ে দিয়ে কাজে যোগ দিলেন, তখনও তিনি করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়ালেখা চালিয়ে গেছেন।
67১৯৬৯ সালে জেহুকোভস্কি মিলিটারি এয়ার একাডেমি থেকে ডিসটিংশন-সহ স্নাতক করেছেন।
68১৯৭৭ সালে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরেট করেছেন।たとえそれが片道切符だったとしても。
69তিনি তার ৭০তম জন্মদিনে বলেছেন, তিনি মঙ্গলে যেতে চান, সেটা ওয়ান-ওয়ে ট্রিপ হলেও।校正 Kenichiro Seki