# | ben | jpn |
---|
1 | কিরগিজস্তানের কনে অপহরণকারীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে | キルギスタン:後を絶たない花嫁誘拐に厳罰を |
2 | জোরপূর্বক বিবাহ বিষয়ে কিরগিজস্তানের সংবিধানের অবস্থান একেবারে পরিষ্কার। | 強制結婚に対するキルギス政府の立場は極めて明確だ。 |
3 | সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ-এর ৫ নাম্বার ধারায় বলা হয়েছে: “স্বেচ্ছায় অথবা পরস্পরের সম্মতি ছাড়া কোন বিবাহ অনুষ্ঠিত হতে পারবে না”. । . | キルギス憲法第三六条五項にこうある。「 自由意思または相互の同意がない婚姻は認められない」。 |
4 | তবে কনে অপহরণ, যা কিনা কিরগিজস্তানে আলা কাচূ নামে পরিচিত, তা দেশটির গ্রাম এলাকা বা প্রাদেশিক শহরগুলোয় ঐতিহ্য হিসাবে ব্যাপকভাবে পালন করা হয়। | にもかかわらず、アラカチューと呼ばれる花嫁誘拐は、この国の農村や地方の町で「伝統」として現在も広く行われている。 |
5 | বিশকেক ভিত্তিক সেন্টার ফর উইমেন-এর হিসেব [রুশ ভাষায়]-এ দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১১,৮০০-জন-এর মত নারীকে অপহরণ করা হয়, যাদের মধ্যে গড়ে প্রায় ২০০০ জন এই ধরনের ঘটনায় ধর্ষণের শিকার হয়। | ビシュケクに本部を置く女性組織によると、この国では年間およそ11,800人もの少女が誘拐され、そのうち約2000人がその過程でレイプの被害にあっている という[ru]。 |
6 | বেশীরভাগ ক্ষেত্রে অপহরণকারীর কোন শাস্তি হয় না। | しかしほとんどの誘拐は罰せられていない。 |
7 | এই ধরনের ঘটনায় অপহৃত প্রতি ৭০০ জনের একজন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে, যদিও দেশটির অপরাধ আইনে জোরপূর্বক অপহরণকারীর শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে [রুশ ভাষায়]। | この国の犯罪法で強制的な花嫁誘拐は禁固3年と定められて[ru]いても、わずか700分の1しか誘拐事件として裁判にかけられていないのだ。 |
8 | এই ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, কিরগিজস্তানের বেশীরভাগ বিবাহ বাকী বিশ্বের বিবাহের ধরনের সাথে খুব একটা আলাদা নয় । | この写真のように、キルギスタンのほとんどの結婚式は、他の国で行われている結婚式とさほど変わりない。 |
9 | তবে মূলত, দেশটির গ্রাম এলাকায় হাজার হাজার মানুষ প্রাচীন এই ঐতিহ্য অনুযায়ী কনে অপহরণ করে বিয়ে করে। | しかし、何千人ものキルギス男性、特に地方に住む者は、古くからの伝統に従い、自分が結婚したい少女を誘拐する。 |
10 | | 写真: Evgeni Zotov、 Flickr 提供 2010年6月28日アップロード (CC BY-NC-ND 2.0) |
11 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ইয়েভগানি জোটভ-এর, ২৮ জুলাই, ২০১০ তারিখে আপলোড করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | アラカチュー反対運動 |
12 | 0) আলা কাচূর বিরুদ্ধে প্রচারণা | 最近、キルギスタンの女性組織が花嫁誘拐の慣習に対しかなり活発な運動を行っている。 |
13 | গ্লোবাল ভয়েসেস যেমনটা আগে সংবাদ প্রদান করেছিল-সম্প্রতি কিরগিজস্তানের নারীরা কনে অপহরণ অনুশীলনের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রচারণা শুরু করেছে। | 以前グローバル・ボイスでも報告したとおりだ。 |
14 | পরবর্তীতে সেই একই গ্রীষ্মে, ক্রাইসিস সেন্টার-এর সহযোগিতায় গ্লোবাল ভয়েসেস-এর প্রবন্ধটি লেখা হয়েছে এবং ইয়োথ পীর এডুকেশন সেন্টার ওরফে ওয়াই-পীর ছোট ছোট নাটিকা প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে [রুশ ভাষায়] কেন কনে অপহরণ-এর বিরুদ্ধে লড়াই প্রয়োজন। | その後、その記事が書かれのと同じ、今年の夏には、危機センター協会と青年有志教育ネットワーク(Y-PEER)が、なぜ花嫁誘拐と戦うべきかという寸劇を上演し運動を続けた [ru]。 |
15 | এই প্রচারণায় অংশ নেওয়া পুরুষরা নারী অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এই অবৈধ কাজের সাথে যুক্ত না থাকার জন্য তৈরি করা এক আবেদনে নাগরিকদের স্বাক্ষরের অনুরোধ জানান। | この運動の男性参加者は、女性の権利を尊重すること、また非合法での婚約はしないよう誓約書にサインするよう求められた。 |
16 | এই শীতে আরেকটি প্রচারণা শুরু হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে কনে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের আইন তৈরি করার লক্ষ্যে কিরগিজ এমপিদের প্ররোচিত করা। | この秋に始まった別の運動は、花嫁誘拐により厳しい罰を課するよう、キルギスタンの国会議員を説得しようと試みている。 |
17 | যে সমস্ত একটিভিস্ট এই প্রচারণার সাথে যুক্ত তারা বিশ্বাস করে যে কোন মেয়েকে অপহরণ করা এবং তাকে জোর করে বিয়েতে বাধ্য করার মত অপরাধের শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। | この運動に参加する活動家たちは、少女を誘拐し強制的に結婚させる男性に禁固3年は十分ではないと考えている。 |
18 | পাশাপাশি তুলনা করলে দেখা যাচ্ছে যে, কিরগিজস্তানে কেউ যদি একটি ভেড়া চুরি করে তাহলে তাকে ১১ বছর কারাগারে কাটাতে হবে। | なぜならその一方で、羊を一頭盗んだ者は、最長禁固11年が課せられるのだ。 |
19 | কনে অপহরণ প্রতিরোধ প্রচারণায় ঘৃণ্য এক চরিত্র কিরগিজ সংসদ খোজাবেক রেসপাইয়ে এক ঘৃণ্য রসিকতার দ্বারা দুটি অপরাধের পার্থক্যের বিষয়টি ব্যাখ্যা করেছেন [রুশ ভাষায়]: | 反花嫁誘拐運動参加者の憎悪の対象になっている国会議員のKozhobek Ryspaevは、この二つの犯罪の違いを不愉快な冗談でこう説明した [ru]。 |
20 | বেশ, গবাদিপশু উদর পূর্তিতে কাজে লাগে,কিন্তু নারীরা নয়। | 家畜は食べられてしまうが、花嫁は食べられない。 |
21 | জুন ২০১২-এ, ইসাক-কুল প্রদেশে একটি ঘটনায় সাম্প্রতিক এক প্রচারণার জন্ম ঘটেছে, যেখানে একটি পুরুষ, এক তরুণীকে অপহরণ করে [রুশ ভাষায়] এবং তাকে ধর্ষণ করে। | 最近始まった運動は、2012年6月に起きた事件がきっかけだった。 |
22 | যদিও সেদিনই মেয়েটির পিতামাতা তাকে খুঁজে পায় এবং পাত্রের বাসায় নিয়ে যায়, কিন্তু শীঘ্রই মেয়েটি আত্মহত্যা করে। | イシク・クル州の小さな村で、ある男が若い娘を 誘拐 [ru]し、 レイプした。 |
23 | ১ অক্টোবর তারিখে স্থানীয় একটি আদালত অপহরণকারীকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করে যা কিনা স্বাধীনতা লাভের পর কিরগিজস্তানে এই ধরনের অপরাধের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলা [রুশ ভাষায়] সংসদে বিতর্ক | 同日、娘の両親は彼女を見つけ、その後「花婿となった男性」の家から彼女を連れて帰ったのだが、間もなく彼女は自殺した。 10月1日、地方裁判所はその娘を誘拐した男性に6年の禁固刑をくだした。 |
24 | ১৮ অক্টোবরে, একটিভিস্টদের চাপে দেশটির সংসদ কনে অপহরণকারীর সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করেছে [রুশ ভাষায়]। | これは、キルギスタンが独立して以来、花嫁誘拐者に対する初めての刑事訴訟[ru]となった。 |
25 | সংসদ সদস্যদের তীব্র এক বিতর্কের শেষে এই বিষয়টি নির্ধারণ করা হয়। | 国会での討論 |
26 | যেমনটা বলা যায়, সংসদ সদস্য ইরিনা কারামুশকিনা (সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি) যুক্তি প্রদান করেছেন [রুশ ভাষায়]: | 10月18日、活動家たちからのプレッシャーの中、国会は花嫁誘拐に禁固7年の刑を与えるという法案を通した[ru]。 |
27 | কনে অপহরণ আক্ষরিক অর্থে একজন ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে যাওয়া, এক অপহরণ-এর ঘটনা। | それに先立ち、議員たちの間では活発な討論が行われた。 |
28 | আমার উপলব্ধি এই যে এখানে এ রকম একটা ঐতিহ্য আছে, যা অনেক পুরোনো এক ঐতিহ্য, যেটি কিনা এখনো পালন করা হয়ে থাকে। | 例えば、社会民主党の国会議員Irina Karamushkinaはこう 論じた[ru]。 |
29 | তবে যে কোন ঐতিহ্য তখনই এক ঐতিহ্যে পরিণত হয় যখন উভয় পক্ষ তা পালন করতে রাজি। | 花嫁誘拐は、文字通り人を連れ去ることであり、他の誘拐と何らかわりない。 |
30 | তবে সাংসদ খোজাবেক রেইসপাইয়ে, এর সাথে একমত নন [রুশ ভাষায়], উলুকবেক বাবাকুলুভ যেমনটা উদ্ধৃত করেছেনঃ : | そういった伝統、とても古くからある伝統で今でも行われていることは理解するが、伝統は、両者が合意した時にのみ伝統になるのではないか。 |
31 | কনে অপহরণকারীর জন্য যদি কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে কিরগিজস্তানের সকল পুরুষকে জেলে যেতে হবে। | しかし、国会議員Kozhobek Ryspaevは、厳罰には反対だ[ru]。 |
32 | সংসদে রেইসপাইয়ে-এর সহকর্মী দাস্তান বেকেশেভ, এই বিষয়ে আরো কঠিন শাস্তি প্রয়োগের উৎসাহ প্রদান করছেন, তিনি পরামর্শ প্রদান করেন বিষয়টি অনেক আত্মহত্যা প্রতিরোধ করবে: | ブロガーUlukbek Babakulovが、以下に引用している。 |
33 | মেয়েদের আত্মহত্যা প্রতিরোধে বাস্তবিক এই শাস্তি যথেষ্ট নয় [ যে সমস্ত মেয়ে অপহরণ এবং জোরপূর্বক বিয়ের স্বীকার হয়]। | 花嫁誘拐に、より厳しい罰を与えることは、キルギスタン全ての男性を刑務所へ入れることになりかねない。 |
34 | কি ভাবে অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে কনের পিতামাতা তা জানে না এবং অনেক সময় তারা এমনকি অপহরণকারীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকে। | Ryspaevの同僚議員であるDastan Bekeshevは、この法案により多くの自殺が防げると刑罰の強化を 主張した [ru]。 |
35 | যার ফলে কঠোর এক শাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। | 実際、誘拐され強制結婚させられた少女が自殺するケースは少ないとはいえない。 |
36 | সাংসদ শিরিন এইতমাতোভা তার সহকর্মীকে সমর্থন করেছে [রুশ ভাষায়]: | 彼女たちの両親は侵略者を罰する方法など知らないため、時として彼らは誘拐犯をリンチする準備をしている場合もある。 |
37 | এই বিষয়টির প্রতি আমার একটা ইতিবাচক মনোভাব রয়েছে, আমি মনে করি বিষয়টি সঠিক। | それゆえ、より厳しい刑罰は重要なことなのだ |
38 | লিঙ্গীয় বিষয়, যেমন কনে অপহরণের মত ঘটনা কিরগিজ সমাজের সামনে চলে এসছে, যার জন্য দেশটির সুশীল সমাজের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ। | 国会議員Shirin Aitmatovaは同僚の意見に賛成だ [ru]。 私はこの意見に賛成です。 |
39 | বিশকেক ফেমিনিস্ট সুশীল দলের ডিজাইনকৃত এই প্রচারণায়, এর প্রবক্তারা সংসদে নারী আসন বৃদ্ধির পক্ষে যুক্তি প্রদর্শন করেছে। | それが正しいと思う。 根気強い市民活動のおかげで、キルギス社会でも花嫁誘拐のような男女問題に関心が向けられるようになってきた。 |
40 | এখানে কিরগিজ ভাষায় লেখা আছে, “নারী তোমার স্থান এই ভবনে”। | ビシュケクフェミニスト市民団体の企画したこの運動では、支持者は国会における女性数枠の増加を主張している。 |
41 | তবে পরিহাসের বিষয় এই যে, এই ঘটনার এক সপ্তাহের কম সময়ের মধ্যে, আইতমাতোভার সংসদীয় সাহায্যকারী কর্মী বিয়ে করার জন্য এক টিভি সাংবাদিককে অপহরণ করে [রুশ ভাষায়], অতীতে যার সাথে সে অভিসারে গিয়েছিল। | キルギス語でこう書いてある。「 女性たちよ、あなたの場所はこの家(国会議事堂)の中にある」 |
42 | তবে উলুগবেক বাবাকুলভ যেমনটা তার ব্লগে পাঠকদের স্মরণ করিয়ে দিচ্ছেন: | しかし皮肉にもそれから一週間も経たないうちにAitomatova議員のアシスタントが結婚目的でテレビジャーナリストを誘拐した [ru]。 彼女は過去にデートをしていた女性だった。 |
43 | দুর্ভাগ্যবশত, [কিরগিজ সংসদে] বিনয়ী মনোভাবের সংসদেরা সংখ্যালুঘু এবং এই ধরনের কাজের অনুশীলনে প্রদর্শিত হয়েছে যে, অনেক কম গ্রহণযোগ্য জনপ্রতিনিধিদের গর্জনের মাঝে প্রায়শ তাদের কণ্ঠস্বর শোনা প্রায় অসম্ভব। | 我々読者は、Ulugbek Babakulovが自身のブログに書いたことを再認識 [ru] することにもなった。 残念ながら、冷静な判断のできる議員はキルギス国会の中では少数派だ。 |
44 | কনে অপহরণ বিরোধী গ্রহণযোগ্য প্রচারণার অংশ হিসেবে ২৮ অক্টোবর বিশকেকে “সাইকেল চালনা এবং আমি নির্যাতনের বিরুদ্ধে” নামক স্লোগানের অধীনে একটি মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় [রুশ ভাষায়]। | 彼らの声は、人気はあるがより価値のない他の議員の怒声によってかき消されることはもはや慣例だ。 花嫁誘拐に対する息の長い市民運動の一環として、「サイクリングと私は、暴力に反対する」というスローガンの下、10月28日ビシュケクでサイクリングも開催された [ru] 。 |
45 | [বিশেষ দ্রষ্টব্য] কিরগিজস্তানের প্রায় সকল নারী টিভি ব্যক্তিত্ব জীবনে একবার অপহরণের শিকার হয়েছে ( যা কিনা সঠিক নয় ) এমন ধারনার যে ঝুঁকি, সে বিষয়ে গ্লোবাল ভয়েসেস, আগামী সপ্তাহে ট্যাবলয়েড সাংবাদিকদের কাছ থেকে কয়েকজন নারী টিভি ব্যক্তিত্বের “ভূয়া অপহরণ” বিষয়ে প্রতিক্রিয়ার বিবরণ প্রদান করবে। | 注:キルギスの全ての女性テレビキャスターが少なくとも一生に一回は誘拐の被害にあう(本当はそんなことはない)という印象を与えるのを覚悟で、グローバル・ボイスはタブロイド・ジャーナリストに誘拐された別の女性テレビ司会者の「どっきり誘拐」についての反応をお届けする。 校正:Yuko Aoyagi |