# | ben | jpn |
---|
1 | সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে বিদ্যুত বৈষম্য কমিয়ে আনছে | 太陽光自家発電、バングラデシュの「電力格差」を終りへと導くか。 |
2 | চট্টগ্রামের সন্দীপের সোলার প্যানেল প্রকল্প। | チッタゴン、サンドウィップ島の太陽光パネルプロジェクト。 |
3 | ছবি উইকিমিডিয়ার সৌজন্যে। | ウィキメディアより。 |
4 | বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশই বিদ্যুৎ সুবিধা পান না। | 最近、バングラデシュは3百万世帯の太陽光自家発電システム設置成功を祝った。 |
5 | বিদ্যুত সুবিধাবঞ্চিত এই মানুষের বেশিরভাগই বসবাস করেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। | この成果はここ数年の努力を反映している。 |
6 | আজ তাদের কাছে আর্শীবাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প যা ২০০৭ সালে শুরু হয়েছে। | Naomi Ahmadは今月始め、ツイッターでこの業績を称えた。 |
7 | বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় পরিচালিত সরকারি ইডকল প্রকল্প ৪০টি সরকারি ও বেসরকারি অংশীদারের সহায়তায় ইতোমধ্যে ৩০ লাখ বাড়ি সৌরবিদ্যুৎ ব্যবহারের আওতায় এনেছে। | バングラデシュは今月、3百万世帯の太陽光自家発電システム設置を祝った。 |
8 | এই বিদ্যুৎ ২ কোটি মানুষের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। | われわれが去年行った、殺人的な激務をすべて思い出す。 |
9 | সম্প্রতি বাংলাদেশ ‘বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের ৩০ লাখ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে। | グリーンピースはこのプロジェクトに対して、太陽光エネルギーの革命だと称賛する好意的なコメントをした。 |
10 | এই সাফল্য অর্জনে বিগত দিনগুলোতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটাই টুইটারে তুলে ধরেছেন নাওমি আহমাদ: | 最も大きな太陽光発電革命を世界は無視してきたのではないか。 |
11 | বাংলাদেশ চলতি মাসে ৩ মিলিয়ন বাড়িতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে। | それは我らがバングラデシュで起こっている。 |
12 | এজন্য বিগত বছরে আমাদের কী পরিমাণ পরিশ্রম না করতে হয়েছে, আজ তা স্মরণ করছি। | バングラデシュの人々は毎月6万5千という割合で太陽光自家発電システムを導入している。 |
13 | বাংলাদেশের এমন সাফল্যে গ্রিনপিস ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সৌরবিদ্যুতের বিপ্লব ঘটিয়ে ফেলছে এমন মন্তব্যও করা হয়েছে: পৃথিবী কি সবচে' বৃহত্তম সৌর বিপ্লবকে এড়িয়ে যাচ্ছে? | エネルギーの専門家、Zubair K M Sadequeはなぜ太陽光自家発電システムの人気が高まっているのかを研究している。 |
14 | হ্যাঁ, এটা আমাদের উপমহাদেশের একটি দেশ বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৬৫ হাজার বাড়িতে সোলার প্যানেল স্থাপিত হচ্ছে। | 彼によると、田舎における収入の増加、地元のNGOらによる強力なマイクロファイナンス、LEDライトの発明がその理由に含まれるという。 |
15 | বাংলাদেশে সোলার সিস্টেমের জনপ্রিয়তার কারণ অনুসন্ধান করেছেন জ্বালানি বিশেষজ্ঞ জুবায়ের কে এম সাদেকী। | バングラデシュは、特に太陽光発電の発展に関しては高い潜在性を有する。 |
16 | তিনি গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ সহযোগিতা, লিড লাইটের মতো প্রযুক্তি উদ্ভাবনের কথা বলেছেন। | この国は北緯200度30分から260度45分に位置し、熱帯気候である。 |
17 | সৌরবিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। | このことは太陽光発電の受け入れ先としては理想的である。 |
18 | কারণ বাংলাদেশ ২০° ৩০´ এবং ২৬° ৪৫´ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। | 事実、バングラデシュは年間300日は十分に足る太陽光エネルギーを受けている。 |
19 | এখানে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজ করে। | 太陽光エネルギーは 農業においても利用価値が見いだされている。 |
20 | যার ফলে বছরের ৩০০ দিনের বেশি রোদ থাকে। | バングラデシュ政府は太陽光エネルギーを利用するかんがい設備191台の建設を承認した。( |
21 | বাংলাদেশে কৃষিকাজেও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। | 69の設備はすでに設置済みで、稼働している。) |
22 | ১৯১টি সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প অনুমোদন করা হয়েছে। | 太陽光エネルギーは田舎のビジネスでも重要な役割を担っている。 |
23 | এর মধ্যে ৬৯টি সেচ পাম্প চালু হয়েছে। তাছাড়া গ্রামীণ জনপদের ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। | 村人たちは、いまでは日用品店や薬局、酒場など、夜遅くまで営業できるようになった。 |
24 | কাজের সময় বৃদ্ধি পেয়েছে, দোকানপাট, মুদি দোকান, ফার্মেসি, দর্জির দোকান, সেলুন অধিক রাত পর্যন্ত খোলা রাখা সম্ভব হচ্ছে। | このことは労働時間や、収入を増やし、生活水準の向上を促している。 |
25 | ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। | 太陽光パネルの導入はバングラデシュでは安いものではない。 |
26 | বাংলাদেশে সোলার প্যানেল স্থাপনের খরচ বেশ বেশিই। তবুও এর দ্রুত বিকাশ চান প্রবীর বিধান: | しかし、ブロガーのProbir Bidhanは国がこのまま導入を続けるよう促した。 |
27 | বাংলাদেশের জন্য সৌরবিদ্যুৎ এখনো বেশ ব্যয়বহুল। | 太陽光パネルの設置はバングラデシュではまだ高すぎるが、早急に広がることがどうしても必要とされている。 |
28 | তবুও এর দ্রুত বিকাশ খুব দরকার। | 現在、 バングラデシュの人口のうち40パーセントが失業中である。 |
29 | বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ বেকার। | 失業率は毎年上昇しているが、太陽光自家発電システムはそれを緩和する助けとなっている。 |
30 | প্রতি বছর এই হার বাড়ছে। কিন্তু এই বেকার মানুষদের কাছেও আশীর্বাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প। | なぜなら、太陽光自家発電システムの導入によって、その集会や販売、設置、メンテナンスのために、11万4千以上もの仕事が生まれたからだ。 |
31 | এই প্রকল্পে ১ লক্ষ ১৪ হাজার মানুষের চাকরি হয়েছে। | 事実、太陽光自家発電に関する仕事の数は2011年から2013年の2年間で倍になっている。 |
32 | ২০১১ এবং ২০১৩ সালের মধ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পে চাকরি দ্বিগুণ হয়েছে। | 気候やエネルギーに関する運動家Mike Hudemaはバングラデシュのグリーンジョブ(訳注:環境に配慮した仕事)についてこうツイートした。 |
33 | জলবায়ু ও জ্বালানি বিপ্লবী মাইক হুডেমা বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি বৃদ্ধির বিষয়ে টুইট করেছেন: | グリーンジョブがバングラデシュで急成長。 |
34 | বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি (গ্রিন জব) বাড়ছে। | 毎月8万世帯で太陽光発電ユニットの導入。 |
35 | এখানে প্রতি মাসে ৮০ হাজার বাড়িতে সোলার প্যানেল বসছে। | 太陽光自家発電システムの商業的な設置がバングラデシュで公式に始まったのは1996年。 |
36 | বাংলাদেশে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে। | グラミン銀行関連会社であるグラミン・シャクティはそのはしりだ。 |
37 | আর শুরু করেছিল গ্রামীণ ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণ শক্তি। | 過去18年、グラミン・シャクティは130万以上の住宅用太陽光パネルを設置してきた。 |
38 | এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটিই সবচে' বেশি বাড়িতে (১৩ লাখেরও বেশি) সোলার প্যানেল স্থাপন করেছে। | 校正:Sayuri Ishiwata |