# | ben | jpn |
---|
1 | মিশর: ভিডিওতে ২৫ জানুয়ারির বিক্ষোভ এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। | エジプト:1月25日の反体制デモのビデオ映像 |
2 | মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর রাস্তায় রাস্তায় এবং অন্য অনেক শহরে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। | この記事は、 エジプト反政府デモ特集の一部である。 |
3 | ঘটনাক্রমে ওই একই দিন, ২৫ জানুয়ারি তারিখটা ছিল “পুলিশ দিবস” এবং জাতীয় ছুটির দিন। এই বিক্ষোভ ছিল রাষ্ট্রপতি মুহাম্মদ হোসনি মুবারকের ৩০ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে। | 1月25日火曜日、デモ隊はカイロや多くのエジプトの都市でムハンマド・ホスニ・ムバラク大統領の30年に及ぶ独裁体制に反対してデモ行進したが、その日は祝日でもある「警察の日」と重なった。 |
4 | এই বিক্ষোভের প্রচেষ্টা ছিল তিউনিশিয়ার বিক্ষোভের সমকক্ষ হওয়া, যে বিক্ষোভের মাধ্যম তিউনিশীয় নাগরিকরা কয়েক সপ্তাহ আগে তাদের প্রাক্তন রাষ্ট্রপতি জিনে এল আবেদিন বেন আলিকে ক্ষমতা থেকে অপসারণ করতে সক্ষম হয়। | 今や前大統領となったジン・アビディン・ベンアリを打倒した数週間前のチュニジアの反体制デモに触発され、デモ隊達はフェイスブックやツイッターなどのソーシャルネットワークを使って、デモを計画した。 |
5 | মিশরের প্রতিবাদকারীরা এই বিক্ষোভের কর্মকাণ্ডের সমন্বয় সাধন করার জন্য সামাজিক প্রচার মাধ্যম, যেমন ফেসবুক এবং টুইটারের ব্যবহার করছে। | 今夜のニュースによると何万人ものエジプト人がカイロプラザにあるEl-Tahrir広場に座り込みをし、そしてその抗議デモは水曜日まで行うと伝えている。 |
6 | আজকে সংবাদপত্র সমূহ জানাচ্ছে যে এল-তাহরির নামে পরিচিত কায়রোর মূল কেন্দ্র প্রায় ১০ হাজার মিশরীয় নাগরিক জড়ো হবার কথা, এবং তারা বলছে যে, বুধবার পর্যন্ত বিক্ষোভ চলবে। | 多くの人が主流のテレビ局のニュースでこの抗議を報道していないと指摘している。 |
7 | অনেকে পর্যবেক্ষক উল্লেখ করেছে যে মূল ধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রচার করেনি। | とくにアルジャジーラではそれが顕著に表れている。 |
8 | তবে আলজাজিরার সংবাদ ছিল উল্লেখযোগ্য ভাবে দুর্বল। | 市民のジャーナリストはインターネットユーザーに抗議中にたくさんの映像を送信している。 |
9 | নাগরিক সাংবাদিকরা বিক্ষোভের কেন্দ্রস্থলের অবস্থান করে, এর ভিডিও দৃশ্য ধারণ করে বিভিন্ন সাইটে উঠিয়ে দিয়ে, নেট নাগরিকদের এই ঘটনার উপর নানা সংবাদ প্রদান করেছে। | 人々は数か所の広場で数百人単位であつまり、徐々に大きなグループを作ってデモ行進をする。 |
10 | নির্দিষ্ট সমাবেশ স্থানে শত শত জনতা জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে তারা বড় বড় দলে পরিণত হয়, যারা বিক্ষোভ সমাবেশে যাত্রার জন্য সাফল্যের সাথে পুলিশের তৈরি করা বাঁধা ভেঙ্গে ফেলতে সক্ষম হয়। | そして、警察の非常線を突破するのである。 |
11 | যেমনটা আপনারা নীচের এই ভিডিওতে দেখতে পাবেন। লুকাসজাকুবিকা এই ভিডিওটি পোস্ট করেছে: | そしてこの模様は lukasjakubickaが投稿した映像に映し出されている。 |
12 | বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়। যেমনটা নীচের এই ভিডিও প্রদর্শন করছে (ভিডিওর শব্দ তেমন পরিষ্কার নয়)। | ramzyamが投稿した映像(音声は壊れている)に映っているように暴動は最初穏やかに始まった。ramzyamは次のようにコメントしている。 |
13 | এই ভিডিওটি পোস্ট করেছে রামজাইয়াম। তিনি মন্তব্য করেছেন: | 「秩序を守って、エジプトの警察に護衛されていた」 |
14 | প্রতিবাদকারীরা খবুই শান্ত হয়ে রয়েছে এবং মিশরীয় পুলিশের নিরাপত্তায় রয়েছে। http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
15 | v=WCvFVJ46P_o অন্য ভিডিও, যা পোস্ট করেছে নো২এগেইন, এটি আমাদের প্রদর্শন করছে যে, আরো কয়েকজন প্রতিবাদকারী অন্য সব স্লোগানের সাথে কিছু শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে: হোসনি মোবারক নিপাত যাক!”, রাষ্ট্রীয় নিরাপত্তা? | v=WCvFVJ46P_o |
16 | রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায়? আমাদের কোন রাষ্ট্র নেই, কোন নিরাপত্তা নেই!”: | no2againが投稿した映像には、さらに多くのデモ隊が他のスローガンに交じって平和的に唱えている。「 |
17 | সংবাদ জানা গেছে যে, কায়রোতে দাঙ্গা পুলিশের সমাবেশ ঘটানো হয়েছে, দৃশ্যত দেশটির রাজধানীতে এক বিশাল গণ বিক্ষোভের আয়োজন করা হয়, যেমনটা মাদারঅফদিট্রাইবের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে: | ホスニ・ムバラク辞めろ」「国家の安全? |
18 | শীঘ্রই দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে। | 国家の安全? |
19 | এই ভিডিওটি পোস্ট করেছে মিডোগনপাপা: | わたしたちには国家もなければ安全もない」 |
20 | নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি। | 首都カイロでは機動隊が配備されていると報道された。 |
21 | নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি। | このことはまさにmotherofthetribeが投稿した映像に映っているように抗議デモを脅しにかかっているのだ。 |
22 | এতে দেখা যাচ্ছে জল কামান পরিবাহী এক ট্যাঙ্কের সামনে এক তরুণ দাঁড়িয়ে, যেমন চীনের তিয়েন আন মেন স্কোয়ারের সামনে এক তরুণ এক ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ছিল। | まもなく機動隊との衝突のニュースがでてきた。 |
23 | প্রতিবাদকারীদের ধাওয়া করার ক্ষেত্রে সে উক্ত ট্যাঙ্কের সামনে এক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। | この映像はMidogonpapaが投稿した。 |
24 | এই ভিডিওটি পোস্ট করেছে মি:পিপলনিউজ। যা আমাদের মনে করিয়ে দেয় তিউনিশিয়ার প্রতিবাদকারীদের কথা, যারা তাদের রাষ্ট্রপতির ছবি নামিয়ে তা ছিঁড়ে ফেলেছিল: | MFMAegyが投稿した次の映像では、機関砲を積んだ放水車の前に若い男が立ち、天安門広場のタンクマン風に、抗議者の追跡を防いでいる。 |
25 | এই একই ঘটনা কায়রোর অনেক এলাকায় ঘটেছে। | MrPeopleNewsが投稿したこの映像はチュニジア人が大統領の肖像画を破った模様を彷彿させる。 |
26 | যেমনটা দেখা যাচ্ছে বি৭এআরওয়াই-এর পোস্ট করা ভিডিওতে: | Ba7aryが投稿したこの映像のように、カイロでは多くの場所で同じ光景が見かけられた。 |
27 | সেই দিনেই এই ঘটনার কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা কায়রোর প্রধান কেন্দ্র এল তাহরির স্কোয়ারে এসে জমা হয়। | その日遅く、デモ隊はカイロにあるEl-Tahrir広場に集まった。 |
28 | সে সময় তাদের চারপাশে দাঙ্গা পুলিশ এক প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের ঘিরে রাখে। | その広場を反デモの警察の非常線が取り囲んでいた。 |
29 | তখন বিক্ষোভকারীরা আওয়াজ তোলে, “জনগণ এই স্বৈরশাসনের অবসান চায়”, যেমনটা নাদিয়াহারুন এর পোস্ট করা এই ভিডিওতে এ সব দৃশ্য দেখা যাচ্ছে: সেদিন রাতে, যে সমস্ত বিক্ষোভকারী এল তাহরির স্কোয়ার ত্যাগ করতে অস্বীকার করে, তাদের সাথে দাঙ্গা পুলিশের এক প্রচণ্ড সংঘর্ষের সংবাদ পাওয়া যায়। | デモ隊は「我々はこの体制の崩壊を望んでいる」と言っており、その模様はnadiaharounが投稿した映像に映っている。 |