# | ben | jpn |
---|
1 | সৌদিদের উট চুম্বনের কারণ | サウジアラビア人がラクダにキスする理由 |
2 | সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী - উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না। | |
3 | টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন। | あの致命的なコロナウィルスですら、サウジアラビア人から愛するペット、ラクダを引き離すことはできないようだ。 |
4 | মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা। | サウジ国内では、感染者が後を絶たない中東呼吸器症候群(MERS)の有力な感染源がラクダだとする政府の警告に反対するキャンペーンの一環として、自らがラクダにキスをする写真や映像をTwitterやYoutubeに投稿する人が続出している。 |
5 | (# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”। হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে। | ツイートはラクダへの愛情を示す「コロナとラクダ」を意味するハッシュタグ「#كورونا_و_الابل」を用いて投稿されている。 |
6 | যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। | 医療関係者によると、ラクダは有力な動物由来感染源として疑わしいが、ワクチンや治療法はないという。 |
7 | এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি। | Twitterに投稿された下記の写真は、彼らとラクダの間にはどんな病気も介在できないと主張する。 |
8 | টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না। | |
9 | @ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন: | @aaaa12200の投稿: |
10 | সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200 | ラクダがコロナウィルスの感染源の可能性大という警告への反発を示すため、ラクダにキスをするサウジ人たち @aaaa122200よりTwitterへの投稿 |
11 | আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃ টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন। | Fahad bin Abdullaは、彼の愛するラクダと一日を過ごすと断言する。 |
12 | সূত্রঃ @AlHaqbani অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন। | TwitterユーザーのFahad bin Abdullaと彼のラクダ 提供: @AlHaqbani |
13 | নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন। | 中には、更に強くラクダとコロナウィルスとの関連性を否定する人もいる。 |
14 | সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃ | 以下の映像では、ラクダの飼い主が、ラクダからの感染を恐れないことを示すため、二頭のラクダたちにキスをし、また、ラクダたちに彼の顔に向かって咳をするよう促している。 |