# | ben | jpn |
---|
1 | থাইল্যান্ড: বন্যার হাত থেকে বাঁচার জন্য সৃষ্টিশীল কিছু পন্থা উদ্ভাবন | タイ:洪水の中を生き抜く独創性 |
2 | সাকসিত সিয়াসাবুত এর প্রাপ্ত তথ্যানুসারে বন্যার পানি সরে যাবার সাথে সাথে থাইল্যান্ডের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে, কিন্তু বন্যার কারণে এখন মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জন পার হয়ে গেছে: | タイの洪水状況についてSaksith Saiyasombutは、水は引きはじめ、状況はよくなりつつあるが、一方で死者の数は、現時点で600人を超えたと伝えている。 |
3 | মনে হচ্ছে বন্যার ক্ষেত্রে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা প্রায় শেষ হবার পথে এবং পানির স্রোত এখন ধীরে ধীরে কমে আসছে। | 最悪の状況からは脱しているようで、潮の干満は緩やかだが、多くの地域で水は確実に引き、バンコクにはいつもの日常が戻っている。 |
4 | কিন্তু দেশটির বিভিন্ন প্রান্তে এখনো বন্যার পানি খুব ধীর গতিতে সরে যাচ্ছে। বন্যার পানি সরে যেতে শুরু করার সাথে সাথে ব্যাংককের জীবন যাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। | しかし、洪水の被害を受けた多くの地域では、いまなおその影響に苦しんでおり、沿岸沿いでの衝突は続き、死者の数は現在600人を超えている。 |
5 | তবে বন্যা আক্রান্ত অনেক এলাকায় বাস করা নাগরিকদের ভোগান্তি এখনো চলছে। | ブログLadprao64でも、いつもの生活が多くの地域で戻ってきていると述べている。 |
6 | এখনো অনেক জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং মৃতের সংখ্যা এখন ৬০০ ছাড়িয়ে গেছে। | バンコク近郊やさらに先の北部、またバンコク市内の一部の地域では、今なお多くの人々が、水浸しになった家や職場で困難を強いられていますが、私たちの住むこの小さな区域には日常が戻ってきています。 |
7 | লাডপ্রাও০৬৪ একই সাথে খেয়াল করেছেন যে অনেক জায়গায় জীবন ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে: যদিও অনেক ব্যাংককের আশেপাশের অনেক এলাকার নাগরিকদের বাসাগৃহ এবং অফিস বন্যায় ডুবে যাবার কারণে এখনো তার সমস্যায় আক্রান্ত হয়ে আছে। | 土曜日には、前日に再開したばかりのセントラル・ラートプラオ(訳注:タイのデパート)へ行きましたが、行くのに特にこれといった問題はありませんでした。 |
8 | এই শহরের আরো উত্তর এবং শহরের ভেতরের অনেক এলাকা এখনো বন্যার পানির নীচে। আমাদের এই ছোট্ট এলাকা ধীরে ধীরে স্বাভাবিক আসছে। | SCBプラザ周辺ではまだ水は引き切っておらず、車は外側の車線を走り、内側の車線に関しては通る必要があれば通れる、といった感じでした。 |
9 | শনিবার আমরা কেন্দ্রীয় লাডাপ্রাও এলাকায় গিয়েছিলাম। | そのほかには、そこら中に泥があり水がどこまで上がっていたのかもわかるほどでした。 |
10 | এর ঠিক দু দিন আগে এটি আবার চালু হয়- এবং সেখানে যেতে আমাদের তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। | しばらくはかなり酷い状態が続くことになるのではないかと思います。 |
11 | এসসিবি প্লাজার কাছে কিছু পানি জমে ছিল, কিন্তু সেখানকার রাস্তার বাইরের দিকে অংশ (সাইড লেন) গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছিল, কিন্তু ভেতরের দিককার সারিটিকে (লেনে) সম্ভবত বিশেষ প্রয়োজনে আলাদা করে রাখা হয়েছিল। এদিকে দেখা যাচ্ছে, যে সমস্ত এলাকায় পানিতে ডুবে গিয়েছিল, পানি সরে যাবার পর সেখানে কাদা জমে আছে। | このタイ水害は、死傷者からみても建物およびインフラ設備への被害からみても、過去50年で 最悪の規模である。 |
12 | আর এই পুরো এলাকা খানিকটা নোংরা দেখাচ্ছে। মৃতের সংখ্যা এবং সম্পত্তি ও উপরিকাঠামোর ক্ষয়ক্ষতির হিসেবে এই বন্যা বিগত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। | バンコク各地だけでなく大部分の地域が、数週間にわたり浸水した災害だが、この洪水にうまく対処しようとする人々の姿に、創意あふれる生き方も見られる。 |
13 | কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যে বন্যার মত এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বেশীর ভাগ প্রদেশকে আক্রান্ত করে রাখে, যার মধ্যে দেশটির রাজধানী ব্যাংককও রয়েছে, দেখা গেছে সেই বন্যায় নাগরিকরা টিকে থাকার জন্য বেশ কিছু সৃষ্টিশীল উপায় উদ্ভাবন করেছে। থাই ফ্লাড হ্যাকস-এর একটি টাম্বলার একাউন্ট রয়েছে। | Thai Flood Hacksは、一般市民が洪水を生き抜くために作ったユニークな道具や対処法を集めたTumblrアカウントである。 |
14 | তিনি এখানে বন্যায় টিকে থাকার জন্য সাধারণ নাগরিকদের উদ্ভাবিত বেশ কিছু কৌতূহলী যন্ত্রপাতি এবং উপায় একত্রিত করেছেন। | 例えば、下の写真にあるのはプラスチックの桶で作った即席ボートだ。 |
15 | এই সব নাগরিকরা বন্যায় টিকে থাকার জন্য এই সমস্ত বিষয় উদ্ভাবন করে। | 浸水した建物に駐車するのは心配? |
16 | এর উদাহরণ নীচে একটি বিশেষ কৌশলে তৈরি করা নৌকার ছবি প্রদান করা হল, যা প্লাস্টিকের গামলা দিয়ে তৈরি করা হয়েছে। | 下にあるのはモーターバイク用のユニークな駐車場だ。 |
17 | বন্যায় আক্রান্ত ভবনে গাড়ি রাখাতে গিয়ে শঙ্কা অনুভব করছেন? | 車カバーが車を守っている。 |
18 | নীচে কিছু বিশেষ ভাবে মোটর সাইকেল রাখার জায়গা তৈরি করা হয়েছে: | 下の写真は、ネコ用ベストだ。 |
19 | এবং এই সমস্ত কার ব্যাগ এই গাড়িগুলোকে রক্ষা করবে: | 水陸両用の出迎えトラックも浸水道路に準備万端の様子。 |
20 | নীচে পানির বোতল দিয়ে বেডালের জন্য জীবন রক্ষাকারী এক জামা (ভেস্ট) বানানো হয়েছে: | 大学機関も洪水に見舞われる中、救命道具の生産に手を貸した。 |
21 | থাইল্যান্ডের একটি উভচর যাত্রীবাহী ট্রাক, দেখে মনে হচ্ছে এটা বন্যাক্রান্ত এলাকার রাস্তায় চলার জন্য তৈরি: | 評判の良い道具の一例では、フラッドダックという名の、洪水の中で電流を感知すると警報を鳴らしてくれる道具だ。 |
22 | বিশ্ববিদ্যালয় সমূহ এমন নতুন যন্ত্র আবিষ্কার করার ক্ষেত্রে সাহায্য করছে যা বন্যার সময় জীবন রক্ষা করতে সাহায্য করবে। | Clarice Afiricaは、市民に役立つ情報を提供するクラウドソーシング*アプリケーションを何種類か認めている。 |
23 | এর এক জনপ্রিয় উদাহরণ হচ্ছে ফ্লাডডাক, যা বন্যার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে কিনা তার সতর্কতা সঙ্কেত প্রদান করবে: ক্লারিক আফ্রিকা বেশ কিছু ক্রাউডসোর্সিং এপ্লিকেশন চিহ্নিত করেছে যা এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। | 一例としては、Is my house flooded?( |
24 | এর একটা উদাহরন হচ্ছে ‘আমার গৃহ কি বন্যায় আক্রান্ত?' | 私の家は水浸し?) |
25 | (ইজ মাই হাউজ ফ্লাডেড) নামক ওয়েব সাইট। | というウェブサイトがそれだ。「 |
26 | এখানে ব্যংককের যে সমস্ত বাসিন্দা তাদের ঘর ছেড়ে চলে গেছে, তার যদি নিজ নিজ ঠিকানা এখানে পোস্ট করে, তাহলে তার বাড়ির আশে পাশের বন্যা পরিস্থিতি সম্বন্ধে এই সাইট জানিয়ে দেবে।” | 馴れ親しんだ家から避難したバンコクの住人が、自分の住所を入力するだけで家周辺の浸水状況がわかるサイト」だという。 |
27 | এখানে একটি কুকুর উদ্ধার এবং স্বেচ্ছাসেবক দলের কাহিনী রয়েছে, যারা বন্যায় আটকে পড়া কুকুরের অনুসন্ধান এবং সাহায্য করেছে: | 下記は、犬の救助者やボランティアが、市内で身動きのとれなくなった犬を探し、助けたときの話である。 |
28 | আমরা বেশ কিছু খালি গৃহ এবং গ্যারাজে বেশ কয়েকটি কুকুর পেয়েছি, যারা ভেসে থাকা গাড়ির উপর অবস্থান করছিল। | 誰もいなくなった家屋や車庫では、水に浮かぶ車の上に座っている犬を何匹か発見しましたが、何日も食べていないことは明らかでした。 |
29 | আর এটাই প্রমাণ দিচ্ছিল, যে তারা কয়েক দিন ধরে কোন খাবার পায়নি। এই সমস্ত কুকুরগুলো আতঙ্কিত অবস্থায় ছিল। | 犬たちは救助者たちにひどく怯えていて、網で捕まえようとしても素手でであっても保護するのは大変でした。 |
30 | আমাদের উদ্ধার দলের নেট ও খালি হাতে এই সমস্ত কুকুরগুলোকে ধরতে বেশ অসুবিধা হচ্ছিল। | 幾重にもなったゴミの上に取り残されている仔犬も見つけましたが、私たちに会ったときにはとても嬉しそうな様子でした。 |
31 | এ ছাড়াও আমরা বেশ কিছু কুকুর ছানা পেলাম, যেগুলো ভেসে থাকা একগাদা আবর্জনার উপর আশ্রয় নিয়েছিল। | すぐにボートへ飛び乗ってきて、ご飯をもらい、かわいがられて喜んでいるようでした。 |
32 | এই সমস্ত ছানারা আমাদের দেখে দারুণ উৎফুল্ল হয়ে উঠেছিল এবং সাথে সাথে আমাদের নৌকা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে, যেখানে তারা খাবার এবং আদর উপভোগ করে। | 母犬はもう少し水の深くなった近くの場所で怯えていましたが、無事に母犬の救出にも成功しました。 |
33 | তাদের মা কাছে এক গভীর পানিতে অবস্থান করছিল এবং সেও আতঙ্কিত ছিল। | *訳注:インターネットを通じて不特定多数の人々に業務をアウトソーシングを行うこと |
34 | অবশেষে একই সাথে শেষ পর্যন্ত আমরা মাকেও উদ্ধার করতে সক্ষম হই। | この記事の校正はRisa Nagaoが担当しました。 |