# | ben | jpn |
---|
1 | পেরু এবং চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে ছবি@২৪হোরাসটিভিএন-এর টুইটার একাউন্ট থেকে নেওয়া | Twitterが伝える、チリ・ペルー大地震 |
2 | [উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপেজ নির্দেশ করে] | 画像:@24HorasTVNのTwitterより |
3 | মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪-এ, ৮. | (記事中のリンク先はすべてスペイン語です) |
4 | ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণে, এবং একই সাথে প্রতিবেশী বলিভিয়ায় আঘাত হানে, যার কারণে উপকূল এলাকায় সুনামি সঙ্কেত জারী করা হয়। | 2014年4月1日火曜日の夜(訳注:日本時間2日朝)、マグニチュード8.3の大地震がチリ北部とペルー南部、ボリビアの隣接地域を襲い、海岸線に津波警報が発令された。 |
5 | এই ঘটনায় চিলিতে ছয় জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পেরুর এক নাগরিক রয়েছে। | チリではペルー人1人を含む6人が死亡した。 |
6 | পেরুতে এই ভূমিকম্পে সেই তিনটি শহরে উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি, যেগুলোতে সবচেয়ে জোরালো ভাবে ভূকম্প অনুভূত হয়, এই শহর তিনটি হচ্ছে টাকনা, মোকুইয়েগুয়া এবং আরেকুইপা। | 最も激しい揺れを観測した、タクナ、モケグア、アレキパの3都市から、大きな被害は報告されていない。 |
7 | ভূকম্প এবং পরবর্তী সময় পেরুর নাগরিকরা টুইট করেছে। | ペルーの人々は地震の最中もその後も、ツイートする手を休めなかった。 |
8 | সেখানে কয়েকজন জানাচ্ছে যে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে টাকনা শহরে বিদ্যুৎ ছিল না: | 中には、タクナ市は電柱が倒れて停電している、というつぶやきも見られた。 |
9 | টাকনা শহরে প্রবল ভূকম্প অনুভূত হয়েছিল, শহরটি এখন বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে। | タクナ市はかなり揺れました。 今は停電しています。 |
10 | লা লিনটেরনা রেডিওর সংবাদ এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে: | La Linternaラジオはさらに詳しい情報を提供した。 |
11 | টাকনা থেকে সংবাদ এসেছে, কয়েক সেকেন্ড আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। | 大地震数秒後の、タクナからのレポート。 |
12 | সংবাদ পাওয়া গেছে, মোকুইয়েগুয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে কোন মোবাইল ফোন সেবা পাওয়া যাচ্ছে না: | 伝えられるところによると、モケグアでも停電が発生し、携帯電話が不通になっているという。 |
13 | টাকনা এবং মোকুইয়েগুয়ায় কোন বিদ্যুৎ নেই। | タクナやモケグア一帯では停電が発生しています。 |
14 | ভূকম্পনের পর মুভিস্টার এবং ক্লারো মোবাইল ফোনের সেবা বন্ধ রয়েছে। … | モビスター社とクラロ社の携帯電話サービスは、地震発生後から利用不可能になっています…… |
15 | চিলি থেকে সংবাদ এসেছে সেখানকার শহরগুলো খালি করে দেওয়া হয় এবং সাথে সাথে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামির শঙ্কা দেখা দেয়। | 津波の可能性に備えた、北部の海岸沿いの町の避難状況について、チリからのレポート。 |
16 | সাম্প্রতিক সংবাদ- আরিকার সংবাদদাতার দেওয়া সংবাদ অনুসারে উত্তর চিলিতে ঘরসমূহ খালি করার কাজ নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। | 最新ニュース アリカ駐在の特派員によると、チリ北部地域の避難は混乱なく行われたという。 画像:津波警報により避難をする、チリ沿岸部の様子。 |
17 | ছবি: সুনামি সতর্কতার কারণে যে ভাবে উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হয়। | さらに、ペルーでは南部にある複数の町で避難命令が出された。 |
18 | একই ভাবে, পেরুর দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ প্রদান করা হয়: | 緊急:ベルー沿岸部に避難命令。 |
19 | জরুরী:পেরুর উপকূলীয় এলাকা আরেকুইপা, আইকা, টাকনায় এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে | アレキパ、イカ、タクナ。 |
20 | জরুরী -চিলিতে ভূমিকম্প: এএফপিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির দক্ষিণের নাগরিকদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। | 緊急 チリ地震:ペルー当局は、南部地域の住民を避難させているとAFP通信に知らせた。 |
21 | জরুরী -চিলিতে ভূমিকম্প: কোস্টা ভের্দা [লিমার উপকূলীয় এলাকা] থেকে সান মুগুয়েল, মাগদালেনা, সান ইসিদ্রো, মিরাফ্লোরেস এবং লিমার বারানকো যোগাযোগ বিছিন্ন। দক্ষিণ পেরুর ইলো এবং টাকনায় প্রথম সুনামির ঢেউ-এর আঘাত হানার সংবাদ পাওয়া গেছে: | 緊急 チリ地震:リマのサン・ミゲル、マグダレナ、サン・イシドロ、ミラフローレス、バランコの各地区から、コスタベルデ海岸まで通行止め。 |
22 | লা পুনটা কোলোয়ায় সন্ধ্যা ৮. | 津波の第一波は、ペルー南部のイロとタクナに到達したと報告された。 |
23 | ৩১ মিনিট, ইকাতে সন্ধ্যা ৭. ৩৯ মিনিটে সুনামি আঘাত হেনেছে। | 津波の到達時刻は、ラ・プンタ・カヤオが午後8時31分、イカが午後7時39分、タクナとモケグアはすでに到達している。 |
24 | টানকা এবং মোকুইয়েগুয়াতে ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে। | 一方チリでは、余震が報告された。 |
25 | এদিকে ইতোমধ্যে চিলিতে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হবার সংবাদ পাওয়া গেছে।: | チリ:大地震の後、少なくともマグニチュード5の余震がありました。 |
26 | চিলি: শক্তিশালী এক ভুমিকম্পের পর ৫ মাত্রার এক কম্পন অনুভূত হয়েছে। | 津波警報の出ている地域は次の通りです。 |
27 | বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারী করেছে | 校正:Mari Watanabe |