# | ben | jpn |
---|
1 | আফ্রিকা: ছবি ও ভিডিওতে মানবিকতার জয়গান | アフリカ:アフリカの人々の人間性を写真と映像で祝福 |
2 | সম্প্রতি ২১টি ছবিকে গুরুত্ব দেয়া একটি বাজফীডের নিবন্ধ ফেসবুকে ১৬ লক্ষ শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা মানবিকতার প্রতি আপনার বিশ্বাসকে পুনরুদ্ধার করবে। | 最近、 BuzzFeed の記事がフェイスブック上で1600万件シェアされ急速に広まった。 その記事は21枚の写真を取り上げており、どの写真も 人間性への信頼を取り戻させるような 写真であった。 |
3 | দুর্ভাগ্যবশত, আফ্রিকা এবং আফ্রিকাবাসীরা এখানে অনুপস্থিত। | しかし、残念ながらアフリカやアフリカ人に関する写真はない。 |
4 | বিদ্যমান বর্ণনা পরিবর্তনের প্রচেষ্টা সত্ত্বেও, আফ্রিকা মহাদেশ এখনো একটি শীর্ষ আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা এবং যেখানে আন্তর্জাতিক এনজিওগুলোর ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণকে ‘উদ্ধার' করতে আসার স্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত। | アフリカ大陸は自分たちのイメージを変えようと努力しているにも関わらず、いまだに国際援助を受けている大陸、また支援を必要とする地域住民を「助ける」ために国際的な NGO 組織がきている地域だと広く認識されている。 |
5 | মহাদেশটির প্রচুর চাহিদা অস্বীকার করার উপায় না থাকলেও অঞ্চলটির অনেক মানবিক গল্প থেকে প্রায়ই আফ্রিকাবাসীদের আফ্রিকাকে সাহায্য করার গল্পটি হারিয়ে যায়। | アフリカ大陸は多大な支援を必要としていることは否定できないが、埋もれてしまっている物語が多々ある。 |
6 | তবে আফ্রিকা মহাদেশের মানবিক চেতনার সাক্ষ্য প্রমাণের কোন অভাব নেই। | それはアフリカの人々同士が助け合っている物語だ。 |
7 | এখানে কিছু ছবি ও ভিডিও প্রদর্শন রয়েছে যেগুলো বলে দেয় যে “আফ্রিকারও হৃদয় আছে”: | アフリカ大陸には人間の魂のすばらしさを証明するもので溢れている。 |
8 | মিশরে নামাজের সময় স্বদেশী নাগরিকদের সুরক্ষা: | そこで、ここでは「アフリカ人にもハートはある」ことを証明する写真や映像を紹介する。 |
9 | ৩রা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে মিশরীয় বিপ্লবের সময় কায়রোর তাহরির স্কোয়া্রে বিক্ষোভকারী এবং মিশরীয় রাষ্ট্রপতি মুবারকের সমর্থকদের মধ্যে সহিংসতার মাঝে খ্রিস্টানরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নামাজরত মুসলমানদের সুরক্ষা দেয়। | エジプト:祈りを捧げる人々を守る市民たち 2011年2月3日、エジプト革命の最中、カイロのタハリール広場で祈りを捧げているイスラム教徒をキリスト教徒が命懸けで守っている。 |
10 | ছবিটির প্রসঙ্গে আরো পটভূমি জানতে আমাদের মিশরের বিক্ষোভের বিশেষ কাভারেজ দেখুন। | そこではデモ隊と(前)ムバラク大統領支持者との攻防戦が行われていた最中であった。 |
11 | মিশরীয় কপ্ট (আরবের অমুসলিম) সম্প্রদায় ৩রা ফেব্রুয়ারি তাহরির স্কোয়ারে মুসলমানদের সুরক্ষা দিচ্ছে - পাবলিক ডোমেইন | この写真の背景をもっと知るためには、グローバルボイスの 特集記事「エジプト大規模デモ」を参照 。 |
12 | সুদানে আইডিপিরা স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত: অভ্যন্তরীণ সমস্যার কারণে উদ্বাস্তুরা (আইডিপি) আরাম্বা'র আইডিপি শিবিরে সাত বছর বসবাস করার পরে তাদের নিজ গ্রাম সেহজানাতে ফিরে এসেছে। | 2月3日、タハリール広場にてイスラム教徒を守っているエジプトのコプト人(訳注:エジプトにおけるキリスト教徒を指す)ーパブリック ドメイン |
13 | সেখানে থেকে যাওয়া তাদের আত্মীয় এবং বন্ধুরা তাদের স্বাগত জানিয়েছে। | スーダン:帰ってきた国内避難民を暖かく迎える |
14 | এই স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন কর্মসূচীটি আয়োজন করেছে জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই-কমিশনার (ইউএনএইচসিআর) এবং সুদানের মানবিক সাহায্য কমিশনের অফিস। | スーダンの国内避難民たちが Aramba にある難民キャンプで7年間過ごした後、故郷 Sehjanna に戻ってきた。 |
15 | আইডিপি'রা তাদের গ্রামে ফিরে এলে গ্রামবাসীরা তাদের জড়িয়ে ধরছে। | 帰ってきた避難民たちは故郷に踏み留まっていた親戚や友達に暖かく迎え入れられた。 |
16 | ফ্লিকারে ইউএনএইচসিআর-এর ছবি (সিসি-লাইসেন্স-বাই) জাম্বিয়াতে বিপদ থেকে হাতিদের উদ্ধার: | この自主的帰還計画は国連難民高等弁務官事務所(UNHCR)とスーダン政府の人道援助委員会が計画している。 |
17 | জাম্বিয়ার নরমান কার সাফারি'র ক্যামেরন থেকে: “কাপানি লেগুন (উপহ্রদ) এলাকাটির প্রাণীদের পানীয় জলের একটি উৎস এবং স্বস্তিদায়ক কাদায় গোসলের একটি স্থান। | 故郷の村に戻り、村人に抱きしめられている国内避難民 UNHCRがFlickrに投稿した写真(CC license-BY) |
18 | সম্প্রতি লেগুনটিতে বেড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতির বাচ্চা দুর্ভাগ্যবশত কাদায় আটকে যায়। | ザンビア:危機的状況にあった象を救う |
19 | শাবকটির চিৎকারে মা হাতিটি উদ্ধারে এগিয়ে এলে সেটি নিজেও আটকে যায়।” | ザンビアの(サウスルアングア国立公園内にある) ノーマンカーサファリ にて。「 |
20 | কাদার মধ্যে আটকে যাওয়া হাতিগুলো। | カパニラグーンはこの地域に生息する動物たちの飲み水の供給源であり、泥を浴びるために行く場所でもある。 |
21 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | しかし、最近、ラグーンに行こうとした象の子供が不運にも泥にはまり込んだ。 |
22 | দলটি হাতিদের উদ্ধার করার চেষ্টা করছে। | 象の子供の泣き声を聞いた母親は助けようと急ぐあまり、自分も泥にはまり込んでしまった。」 |
23 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | 泥にはまった象たち Abraham Bandagが撮影 ノーマンカーサファリにて |
24 | হাতিটি কাদা থেকে বেরিয়ে এসেছে। | 象の親子を助けようとする人々 Abraham Bandaが撮影 ノーマンカーサファリにて |
25 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | 沼から這い出してきた象 Abraham Bandaが撮影 ノーマンカーサファリにて |
26 | মাদাগাস্কারে একসঙ্গে ঘূর্ণিঝড় জয়: | マダガスカル:台風を共に乗り越える |
27 | ১৩ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখে মাদাগাস্কারে ঘূর্ণিঝড় জিওভান্না মাদাগাস্কারে ভূমিধ্বস সৃষ্টি করে [ফরাসী ভাষায়]। | 2012年2月13日、台風ジョヴァンナがマダガスカルに上陸した。[fr] この台風は最大風速194キロ(120マイル)であり、カテゴリー4に分類された。 |
28 | বাতাসের ১৯৪ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘন্টায়) গতিসহ এই ৪ শ্রেণীবিভাগের ঘূর্ণিঝড়টি গাছ-পালা এবং বিদ্যুতের টাওয়ার উপড়ে ফেলেছিল। | 木々をなぎ倒し、送電線の鉄塔も倒し、 少なくとも10人 が死亡したと報道された。 マダガスカルの主要都市であるアンタナナリボとトアマシナでは長時間停電し、マダガスカルで一番暗いバレンタインの日を迎えることになった。 |
29 | সরকারী প্রতিবেদন মতে এতে অন্ততঃ ১০জন হতাহত হয়। | しかし、台風によってマダガスカルの人々の心が沈むことはなかった。 |
30 | মাদাগাস্কারের দু'টি প্রধান শহর আন্তানানারিভো এবং তোমাসিনা'তে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দেশটিতে এযাবৎকালের অন্ধকারতম ভ্যালেন্টাইন দিবস কাটে। | 人々は屈しない姿勢でお互いに助け合い、浸水地帯から移動したのだ。 そしてその間にも明るい笑顔を忘れることはなかった。 |
31 | ঘূর্ণিঝড়টি মালাগাসির জনগণের চেতনাকে পর্যুদস্ত করতে পারেনি, প্লাবিত এলাকাগুলো থেকে সরে আসার জন্যে সারাক্ষণ মুখে উজ্জ্বল হাসি নিয়ে একে অপরকে সাহায্য করে তাদের সহনক্ষমতা প্রদর্শন করেছে। | 台風ジョヴァンナによる洪水にもかかわらず、笑顔を絶やさず助け合う人々 ツイッターユーザー @aKoloinaの写真 ガーナ:障害を持った学生たちを助ける |
32 | ঘূর্ণিঝড় জিওভান্না সৃষ্ট বন্যার সময় জনগণ সারাক্ষণ হাসি মুখে একে অপরকে সাহায্য করছে। | ガーナ出身の Emmanuel Ofosu Yeboah はスポーツ選手で活動家でもある。 |
33 | ছবি, টুইটার ব্যবহারকারী @একোলোনিয়া | 彼は生まれつき右足がひどく変形していた。 |
34 | ঘানায় প্রতিবন্ধী ছাত্রদের সাহায্য: | Emmamuel は障害者に対する意識の向上と認識の変化のため、380キロもの距離を自転車で走り、国を横断した。 |
35 | ঘানার ক্রীড়াবিদ এবং এক্টিভিস্ট এমানুয়েল ওফোসু ইয়েবোয়াহ। | そして将来有望な障害を持った学生のための エマニュエル教育財団 を創設した。 |
36 | গুরুতরভাবে বিকৃত ডান পা নিয়ে ইয়েবোয়াহ'র জন্ম হয়েছিল। | 車椅子に乗った子供に障害を乗り越えることについて話しをするYeboah |
37 | প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সম্পর্কে ধারণা পরিবর্তনে ইয়েবোয়াহ দেশ জুড়ে ৩৮০ কিলোমিটার ভ্রমণ করেছেন। | セネガル:平和的な選挙を祝福 |
38 | তিনি প্রতিশ্রুতিশীল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্যে এমানুয়েল শিক্ষা তহবিল খুলেছেন। | 2012年3月25日、セネガルでは緊迫した選挙期間が歴史的な幕を閉じた。 |
39 | ইয়েবোয়াহহুইলচেয়ারে বসা একটি শিশুর সঙ্গে প্রতিবন্ধীত্ব জয় করা নিয়ে আলোচনা করছেন। | かつての現職ワッド大統領の縁故主義と独裁政権に対し市民は何ヶ月もの間抗議した結果、大統領選でワッドは落選した。 |
40 | এমানুয়েলের দান তথ্যচিত্র থেকে নেয়া একটি স্ক্রিনছবি | 首都ダカールのダウンタウンでは、ワッド政権の平和的な終焉を祝福した。 |
41 | সেনেগালে শান্তিপূর্ণ নির্বাচন উদযাপন: | 歓喜するデモ参加者たち Nd1mbeeによりFlickrに投稿されたの写真 本人の許可を得て使用 |
42 | সেনেগালের একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনকালের ঐতিহাসিক পরিসমাপ্তি ঘটেছে ২৫শে মার্চ, ২০১২ তারিখে। | モザンビーグ:海洋生物を守る |
43 | ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওয়াদে তার স্বজনপ্রীতির এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের মাসব্যাপী বিক্ষোভের পর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। | Janet Gunter は地元のNGOである Bitonga Divers の活動を紹介している。 |
44 | ডাকারের শহরতলীতে জনগণ ওয়াদে শাসনের শান্তিপূর্ণ অবসান উদযাপন করেছে। বিক্ষোভকারীরা তাদের আনন্দ প্রকাশ করছে। | この NGO は「海洋生物の保護、観光事業、経済発展の3つを積極的に関連づける」 ことによって海洋生物を保護することを目指している団体である。 |
45 | ছবি, এনডি১(ওয়া)ম্বি। তার অনুমতি নিয়ে ব্যবহৃত | ここで、このNGOの活動を映像で紹介する。[pt] |
46 | মোজাম্বিকে সামুদ্রিক জীবন সুরক্ষা: | 赤道ギニア共和国:泳ぎ方を習って数ヵ月後、オリンピック出場を勝ち取る |
47 | জ্যানেট গান্টার একটি স্থানীয় এনজিও বিতোঙ্গা ডুবুরী'দের প্রদর্শন করেছেন যারা সামুদ্রিক জীবন, পর্যটন এবং অর্থনৈতিক জীবনের মধ্যে ইতিবাচক সংযোগ স্থাপনের মাধ্যমে সামুদ্রিক জীবন রক্ষার চেষ্টা করছে। | Eric Moussambani Malongaは赤道ギニア共和国の水泳選手である。 |
48 | এখানে তাদের কাজের একটি ভিডিও [পিটি] রয়েছে: | 彼は予備選前、50メートル以上のレースをしたことがなかった。 |
49 | কয়েক মাস সাঁতার শেখার পর ইকুয়েটোরিয়াল গিনির পক্ষে অলিম্পিক হিট (বাছাই) জয়: | にもかかわらずレースに勝ち、名声を勝ち取った。 |
50 | এরিক মুসাম্বানি ম্যালোঙ্গা ইকুয়েটোরিয়াল গিনির একজন সাঁতারু। | レースでは他の二人がフライングで敗退しても、一人で泳ぎ続けた。 |
51 | তিনি প্রাক-বাছাইগুলোর আগে কখনো ৫০মিটারের বেশি দূরত্বে প্রতিযোগিতা না করে এবং অন্য দু'জন সাঁতারু ভুলভাবে শুরু করার পর একাকী সাঁতার কেটে খ্যাতি অর্জন করেন। | Eric は映像でも見て取れるように、最後の15メートルはとてもきついものだったと認めている。 |
52 | এরিক স্বীকার করেছেন যে তার জন্যে শেষ ১৫মিটার খুব কঠিন ছিল এবং সেটা ভিডিওতে দেখা যায়। | 必死にもがきながらもゴールにたどり着こうとする彼の思いがあったからこそ、観衆から喝采を浴びたのだ。 |
53 | তবুও খুব সংগ্রামরত অবস্থায় তার প্রতিযোগিতা শেষ করার সংকল্পকে দর্শকরা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। | 校正:Yuriko Kakimoto |