# | ben | jpn |
---|
1 | বাংলাদেশ: কার্টুন দেখে শিশুরা হিন্দি ও মিথ্যা বলা শিখছে | バングラデシュ:ドラえもんは子供の教育に悪いのか? |
2 | ডিজনি চ্যানেলে প্রচারিত একটি কার্টুন বাংলাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। | ディズニーチャンネル・インディア [en] で放映されているあるアニメが、バングラデシュで論議を呼んでいる。 |
3 | কার্টুনটির নাম ডোরেমন। | それはヒンディー語吹き替えの日本アニメで、ドラえもんという。 |
4 | বলা হচ্ছে, এটি দেখে শিশুরা পার্শ্ববর্তী দেশের হিন্দি ভাষা ও মিথ্যা বলা শিখছে। | このアニメが、子供たちに隣国インドのヒンディー語を話せるようになることを押しつけ、またウソをつくように促している、と批判されている。 |
5 | কার্টুনটি বাংলাদেশের শিশুদের কাছে খুবই জনপ্রিয়। | このアニメは継続して繰り返し再放送されており、大勢のバングラデシュの子供たちが視聴している。 |
6 | তারা তাদের পড়াশোনার বাইরে টেলিভিশন দেথার জন্য যে সময়টুকু পায়, তার পুরোটাই এই কার্টুনের পেছনে ব্যয় করে। | The blog of a Mom [bn]で不満を抱えた母親の話を読めば、彼らがいかにドラえもんに夢中かが分かるだろう。 |
7 | আমার ব্লগের একজন মায়ের ব্লগ থেকেই বোঝা যাবে তারা ডোরেমন বলতে কতটা পাগল: | うちの5歳の息子はドラえもんを見ないとご飯を食べない。 |
8 | আমার পাঁচ বছর বয়সের ছেলে, ডোরেমন না দেখলে যার ভাত খাওয়া হয় না, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয় না, রাতে ঘুম পায় না। | 見させないようにしたら、宿題をしようとしなかったり、寝る時間に眠ろうとしなかったりするの。 |
9 | আবার আরেকজন মা প্রথম আলো পত্রিকায় চিঠি লিখে জানিয়েছেন: আমার আট বছরের ছেলের স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক নিয়ে ভীষণ সমস্যা। | 別の母親はDaily Prothom Alo [bn]に手紙を送った。 |
10 | তার সঙ্গ দেওয়ার জন্য একটা ডোরেমন দরকার, যে তার সমস্যাগুলোর সমাধানও করে দেবে। | 私の8歳の息子は、学校の宿題をひとりで解けないと言います。 |
11 | এই বিড়াল রোবটটির নাম ডোরেমন। | ドラえもんみたいに一緒にいて問題を全部解決してくれるロボットを欲しがっているんですよ。 |
12 | শিশুদের কাছে অসম্ভব জনপ্রিয় সে। | このネコ型ロボットがドラえもん。 |
13 | ছবি উইকিপিডিয়া থেকে নেয়া। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | 画像はWikimediaより CC BY-SA |
14 | ‘ডোরেমন' জাপানি একটি কার্টুন। মূলত এটি একটি কমিক সিরিজ। | 『ドラえもん』は日本の人気マンガを元にしたアニメで、後にシリーズ化された。 |
15 | জাপানের জনপ্রিয় ‘মাঙ্গা' সিরিজের কমিক এটি। | 耳の無いネコ型ロボットのドラえもんが、小学生の野比のび太を助けるために、22世紀からタイムトラベルして来る。 |
16 | ডোরেমন হলো দ্বাবিংশ শতাব্দী থেকে আসা একটি ক্যাট রোবট। | 物語はここから始まる。 |
17 | সে টাইম মেশিনে ভর করে আসে অতীতে অর্থাৎ বর্তমান সময়ে। | のび太は大変な怠け者で、災難ばかり引き起こす。 |
18 | তার পরিচয় ঘটে নবিতা নামের এক স্কুলছাত্রের সঙ্গে। | ドラえもんは22世紀の道具を使ってのび太を助けようとする。 |
19 | সেখান থেকেই কাহিনীর সূত্রপাত। | のび太は道具を間違った使い方をして、前よりもっと困った事態に陥る。 |
20 | নবিতা খুবই ফাঁকিবাজ, অলস প্রকৃতির ছেলে। | ドラえもんは楽しめる話ではあるが、教育目的でどの程度役に立つかについては論争されうる。 |
21 | নবিতাকে বদলে দিতে ডোরেমন সবসময় চেষ্টা করে এবং ২১ শতাব্দীর বিভিন্ন গেজেট দেয়। | というのも、ドラえもんがのび太に与えるひみつ道具には、ごまかしとウソをつくことが含まれることが多いからだ。 |
22 | কিন্তু নবিতা গেজেটগুলোর ভুল ব্যবহার করে। | ドラえもんはヒンディー語吹き替え版が衛星放送で放映されている。 |
23 | ডোরেমনের বিষয়গুলো মজার হলেও কতটা শিক্ষণীয় সে বিষয়ে রয়েছে বিতর্ক। | このアニメの放送が長期にわたるため、大勢の子どもたちがヒンディー語を話すようになった。 |
24 | কারণ সে নবিতাকে যেসব টিপস দেয় সেগুলোর মধ্যে পড়ালেখার ফাঁকিবাজির টিপসও আছে। | 彼らは家族と話す時でさえ、母国語であるベンガル語でなくヒンディー語を使う。 |
25 | বাংলাদেশের শিশুরা ডোরেমন দেখছে হিন্দি ডাবিংয়ে। | そしてこのことが、長い論争を引き起こしてきた。 |
26 | হিন্দি ভাষায় দেখার কারণে, তারা এখন অনেক হিন্দি বাক্য বলতে পারে। | こうした子供たちが、主人公のび太のように勉強をサボることや嘘をつくことを覚えてきている、と主張している人が大勢いる。 |
27 | এবং বাবা-মা কিংবা পরিবারের অন্যদের সাথে কথা বলতে গিয়ে বাংলা না বলে হিন্দি বাক্য ব্যবহার করে। | この論争は、主要メディアからお茶の間まで拡がっている。 |
28 | আর এটাই বেশ বিতর্কের সৃষ্টি করেছে। | ディズニーチャンネルの放映を中止すべきだと訴えている人も多い。 |
29 | আবার কেউ কেউ বলছেন, শিশুরা প্রোগ্রামের প্রধান চরিত্র নবিতার মতো পড়াশোনায় ফাঁকি দেয়া শিখছে। | Kanak Barman [bn] はSomewhereinblogで言う。 |
30 | এই বিতর্ক গণমাধ্যম থেকে শুরু করে সাধারণের ড্রয়িংরুম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। | ドラえもんアニメの最大の被害者は幼い子供たちだ。 |
31 | অনেকে দাবি তুলেছেন, বাংলাদেশে ডিজনি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। | 彼らはベンガル語も流暢にはしゃべれないのに、ヒンディー語はすぐ覚える。 |
32 | যেমন সামহোয়ারইনব্লগে কনক বর্মন বলেছেন: | もはやこの番組の放映をすぐ止めなければ、この年代ではベンガル語よりヒンディー語を話す人の方が多くなるだろうという程度まで、この被害に脅かされている。 |
33 | ডোরেমনে'র কারণে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাচ্চারা হিন্দি ভাষা মুখস্ত-ঠোটস্ত করে ফেলতেছে…অথচ, বাংলা ঠিক মত বলতেও পারছে না। | だからバングラデシュでは、できるだけ早くこのチャンネルは閉鎖されるべきなのだ。 |
34 | অবস্থা এমন যে, এই মুহুর্তে যদি এই চ্যানেলে'র সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া না হয় তাহলে আগামীতে দেশে ঠিক মত বাংলা বলার থেকে হিন্দি বলা ছেলে-মেয়ের সংখ্যা হয়ে যাবে বেশি। | 一方、Shahriar Shafique [bn] は、こうなったのはベンガル語のテレビに人気のある子供番組がないからだ、とBlogBDNews24.comで言っている。 |
35 | তাই, যত দ্রুত সম্ভব এই চ্যানেলটির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া উচিৎ। | バングラディシュには20以上のチャンネルがあるが、子供番組は不十分で質もよくない。 |
36 | ব্লগবিডিনিউজ২৪ডটকমের ব্লগার শাহরিয়ার শফিক তবে এ অবস্থার জন্য দায়ী করেছেন দেশের টিভি চ্যানেলগুলোতে শিশুদের জন্য অনুষ্ঠান না থাকাটাকেই: | 私の覚えてる限りでは、Sisimpur [en](訳注:セサミストリートのベンガル語版)や Meena [en]、Moner Kothaといった、いい番組は3つあって、BTVで週2~3回放映されている。 |
37 | বাংলাদেশে এই মুহুর্তে দেড় থেকে দুই ডজন চ্যানেল আছে। | Desh TVもアニメMeenaを放映しており、他にもトムとジェリーの吹き替えを放映してるチャンネルがある。 |
38 | কিন্তু সেই চ্যানেলগুলোতে শিশুদের জন্য কোন অনুষ্ঠান নেই বললেই চলে। | これらのわずかしかない番組は人気はあるが、比較的短期間しか放映されない。 |
39 | যতদূর মনে পড়ে বিটিভিতে সাপ্তাহিক ভিত্তিতে সিসিমপুর, মীনা এবং মনের কথা নামে তিনটা অনুষ্ঠান চালু আছে, দেশ টিভিও মাঝে মাঝে মীনা কার্টুন দেখায় এবং অন্য দুয়েকটা চ্যানেল টম এন্ড জেরি ডাবিং করে দেখায়। | それ以外の時間は終日、昼メロ、ニュース、トークショー、料理番組やタレント発掘番組といった、子供にはあまり価値の無い番組を放映している。 |
40 | শিশুদের অনুষ্ঠান বলতে সব মিলিয়ে এই গোটা চারেক। | 訳のわからないトークショーや台所の状況、悲劇の恋愛ロマンスなど、子供にとっては魅力がないのだ。 |
41 | বাকী সব ধারাবাহিক নাটক, খবর, টক-শো, রান্নার অনুষ্ঠান আর প্রতিভা অন্বেষণের জোয়ারে ভরা; যা শিশুদের রঙ্গিন জগতে মূল্যহীন। | ブロガーのFahmidul Haque [bn] は、ドラえもんはベンガル語を脅かしはしないだろうと考えている。 |
42 | কাঠখোট্টা কথাবার্তা, হাঁড়ি-কড়াইয়ের ঘটমটি কিংবা প্রেম-রোমান্স-ট্রাজেডি এসব জটিল বিষয় শিশুদের আকর্ষণ করে না। | ベンガル語には生来、外国語の侵略から身を守る力が備わっている。 |
43 | ব্লগার ফাহমিদুল হক অবশ্য মনে করেন না ডোরেমনের কারণে বাংলা ভাষা বিপদে পড়বে: | 90年代初期に衛星テレビが入ってきた時、人々はこの国の言語と文化が崩壊するだろうと思った。 |
44 | বাংলা ভাষার নিজস্ব একটি শক্তি রয়েছে, যা অনুপ্রবেশকারী ভাষার বিপরীতে নিজেকে টিকিয়ে রাখে। | しかし地元の言語と文化は変化に適応した。 |
45 | নব্বই দশকের শুরুর দিকে স্যাটেলাইট-কেবল টিভি আসার পর সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল-ভাষা ও সংস্কৃতি উভয়ই বুঝি রসাতলে গেল! | ベンガル語のチャンネルも多く出てきた。『 |
46 | কিন্তু স্থানীয় ভাষা ও সংস্কৃতি কেবল টিভির সঙ্গে অভিযোজন ঘটিয়েছে। নিজেরাই বাংলা ভাষায় বহু চ্যানেল চালু করেছে। | 異国文化』は、かつてよく言われたが、今ではあまり聞かれない。 |
47 | সেই সময় বহুলশ্রুত ‘অপসংস্কৃতি' প্রত্যয়টির কথা আজকাল আর তেমন শোনা যায় না। | もしドラえもんが本当に問題の元になっているなら、シリーズの権利を買ってベンガル語に吹き替えてから放映するのが、一番簡単な解決策である。 |
48 | ডোরেমন যদি সত্যিই বাংলা ভাষাকে বিপদে ফেলে দিয়ে থাকে, তবে এর সহজ সমাধান হলো সিরিজটির ফ্র্যাঞ্চাইজি কিনে বাংলায় ডাব করে প্রচার করা। | 校正:Maiko Kamata |