# | ben | jpn |
---|
1 | মিয়ানমার (বার্মা): “হ্যা, সবকিছু ঠিক আছে” | ミャンマー: 「ええ。 |
2 | মিয়ানমারের (বার্মা) নিউজ ব্লগ মোমাকা মিডিয়া সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস এ প্রকাশিত একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে যেখানে ইয়াঙ্গুন আর সিঙ্গাপুরের মধ্যে যাতায়াত করা কয়েকজন মিয়ানমারের নাগরিকের সাক্ষাৎকার রয়েছে। | もう大丈夫ですよ。」 ビルマのニュースブログMoeMaKa Mediaは、シンガポールの新聞紙ストレーツタイムス(Straits Times) がヤンゴンからシンガポールに渡航したミャンマー人や外国人にインタビューしたビデオ映像 についてレポートしている。 |
3 | ঐ ফুটেজে একজন মিয়ানমারের নাগরিককে দেখা যাচ্ছে তার পরিবারের সবাইকে সিঙ্গাপুরে স্বাগত জানাতে এবং স্থিতিশীল সিঙ্গাপুরে অবস্থানে তাদের আনন্দ ঘোষনা করতে। | ビデオ映像では、あるミャンマー人がシンガポールに到着した家族を出迎えて、安定したシンガポールの地にいることの喜びを賞賛している。 そして、別のミャンマー人は、外出禁止令が出されていたものの人々は何も問題なく、事態はそれほど悪くなかったと語った。「 |
4 | আর আরেক নাগরিককে দেখানো হয়েছে যে বলেছে যে কারফিউ থাকা সত্বেও তারা ভালই ছিল এবং পরিস্থিতি খুব একটা খারাপ ছিলনা। | 全体的には結構大丈夫だったよ」と一人の男性は答えた。「 ああ。 |
5 | “সব মিলিয়ে ঠিকই আছে লাহ (একটি সিঙাপুরি অভিব্যাক্তি),” দাবি করল আরেকজন। | そうだね。 すべて順調だったよ…。 |
6 | “হ্যা, সব কিছু ভালো আছে… বিমানবন্দর, নিরাপত্তা সব কিছু ঠিকমত স্বাভাবিকভাবেই কাজ করছে” বলেছেন একজন যাকে দেখে মনে হচ্ছিল যে সে পাইলট ( মিয়ানমারের নাগরিক না)। | 空港も警備も…うーん…物事は順調に機能していましたよ…すべていつもどおり。」 |
7 | উপরের উক্তিগুলোর পর স্ট্রেইটস টাইমসের সাংবাদিক বলেছেন, “কয়েক ঘন্টা আগে ইয়াঙ্গুনে ছিল এমন লোকের সাথে কথা বলে মনে হচ্ছে যে পরিস্থিতি অত খারাপ না যা খবরে আসছে। | とパイロット風の男性(ミャンマー人ではない)は話した。 |
8 | কারফিউ ছাড়া মানুষ বের হতে পারছে আর বিমানবন্দরে রোজকার মতো কাজ হচ্ছে।” | このようなコメントの後、ストレーツタイムス紙の記者は「数時間前にヤンゴンにいた人々と話してみると、状況はメディアの報道ほど悪くないようです。 |
9 | ইয়াঙ্গুনের পথে রওনা হওয়া মিয়ানমার নাগরিকদের সাক্ষাৎকার তারপর নেয়া হয়েছে। | 外出禁止令のほかには人々は動き回ることもでき、空港も通常通り営業しています」と話した。 |
10 | যে দুইজন মহিলার সাক্ষাৎকার নেয়া হয়েছে তারা মনে করে যে পরিস্থিতি অত গুরুতর নয় আর তারা নিরাপদে বাড়ী ফিরতে পারবে। | それから、ヤンゴンへ向かうミャンマー人達がインタビューを受けた。 |
11 | “পরিস্থিতি অতো খারাপ না,” বলেছেন একজন মিয়ানমারের অল্পবয়সী মহিলা। | インタビューを受けた2人の女性はどちらも事態はそれほど深刻でなく、安全な地域へ向かうように考えているようだった。 |
12 | সাংবাদিক তখন জিজ্ঞাসা করেন, “বিমানবন্দর থেকে বের হয়ে আপনি কি দেখবেন বলে মনে করেন?” | 若いミャンマー人女性は「状況はそんなにひどくないでしょうね。」 |
13 | ঐ মহিলা বলেছেন,”আমি মনে করি যে সব কিছু ঠিক থাকবে।” | と答えた。 |
14 | মোমাকা মিডিয়া ভিডিওটি সম্বন্ধে এই প্রতিক্রিয়া প্রকাশ করেছেঃ | 「空港を出た時にどんなものを目にすると思いますか?」 |
15 | “সারা বিশ্বে মিয়ানমার সহ অন্য সব দেশের নাগরিকরা তাদের সমর্থন জানাচ্ছে মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষে আর মিলিটারির সহিংস প্রতিক্রিয়ার বিরুদ্ধে। | という記者の質問に対し、若い女性は「私は何も問題ないと思います。」 と答えた。 |
16 | ( যেমন থাইল্যান্ডে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ)। | MoeMaKa Mediaはこのビデオに対する反響を報告している: |
17 | সিঙ্গাপুরের বসবাসরত মিয়ানমারের নাগরিকরা তাদের সমর্থন জানিয়েছে বার্মিজ উপাসানালয়ে প্রার্থনা করে। | 「世界中でミャンマー人や他の国の人々がミャンマーでの平和的な抗議運動に支持し、それに対する軍事政権の暴力的な対応に抗議している(タイのミャンマー大使館前での抗議運動のように) シンガポールに住むミャンマー国民達も団結して、現地のビルマ僧院で祈祷会を開くなどして祖国の人々への支持を表している。 |
18 | কিন্তু সবাই যখন মিয়ানমারের পরিস্থিতি নিয়ে চিন্তিত তখন উপরের ভিডিও চিত্র দেখাচ্ছে কিভাবে মিয়ানমারের নাগরিকরা ক্যামেরার দিকে তাকিয়ে হেসে হেসে বলছে যে তারা সিঙ্গাপুরে আসতে পেরে খুশি আর আর কারফিঊ ছাড়া দেশে সব কিছু ঠিক আছে, শান্তিপূর্ণ আছে।” | しかし、人々がビルマの状況を心配しているにもかかわらず、上記のストレーツタイムスの映像では、ミャンマー国民がシンガポールに住んでいて幸せだとうれしそうに話し、外出禁止令以外は事態は「それほど悪くない」こと、すべてが落ち着いているようだとカメラの前で微笑んでいるのだ。」 MoeMaKaは、シンガポール在住の一人のミャンマー人ブロガーが、ミャンマーでの本当の状況とヤンゴンから到着したミャンマー人、ヤンゴンへ向かうミャンマー人たちが大したことではないと言った状況とを比較した写真を送ってきたと報告している。 |
19 | মোমাকা জানিয়েছে যে সিঙ্গাপুরে অবস্থিত একজন মিয়ানমারের ব্লগার তাকে ছবি পাঠিয়েছে যাতে মিয়ানমারের সত্যিকার পরিস্থিতি আর ইয়াঙুন থেকে সিঙাপুর যাওয়া-আসা করা লোকেরা পরিস্থিতিকে যে হালকাভাবে নিচ্ছে তার তুলনা করা হয়েছে। | そのブロガーは、ここシンガポールに住むミャンマー人たちがどのようにして自分達のナショナリズム、言語(文化)と宗教を守り、維持してきたのかについての疑問を投げかけ、そしてシンガポール在住ミャンマー人達にとってはきちんとした態度でその疑問に答えるべき時なのだと問いかけている、とMoeMaKaは述べている。 |
20 | মোমাকা জানিয়েছে যে ঐ ব্লগার প্রশ্ন করেছে যে কিভাবে সিঙ্গাপুরের বসবাসরত মিয়ানমার নাগরিকরা তাদের জাতিয়তাবোধ, ভাষা, সংস্কৃতি আর ধর্ম রক্ষা করবে, আর এইসব লোকদের উচিত এই প্রশ্নের পরিষ্কার উত্তর দেয়া। | (筆者が思うに、ブロガー達はミャンマー国民達が一致団結する必要があることと、この困難な時期に際して、世界に対して呼びかけるべき訴えを明確にすべきだと言おうとしているのだろう。) |
21 | (আমার মনে হয় এই ব্লগার বলতে চাচ্ছেন যে সব মিয়ানমার নাগরিকদের উচিত এমন সময় তারা একত্র হয়ে কি বলবে তা বুঝিয়ে বলা।) | 原文: yangonthu |