Sentence alignment for gv-ben-20140208-41684.xml (html) - gv-jpn-20140320-27374.xml (html)

#benjpn
1আস্তাকুড়ে লাগা আগুনের ধোঁয়ায় জিম্মি হয়ে পড়েছে ত্রিনিদাদের রাজধানীトリニダード・トバゴ:首都を人質にとり続ける埋め立てガス
2ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী শহরে কাজ করা অধিবাসী, দর্শনার্থী এবং জনগণকে চতুর্থ দিনের মতো ঘন, কালো ও অশুভ ধোঁয়া সহ্য করতে হয়েছে। এই কালো ধোঁয়া নগরীকে আবৃত করে রেখেছে।トリニダード・ドバゴの首都の住民や観光客、現地で働く人々は、四日間連続して街を包んだ濃く黒い、不吉な煙に耐えなくてはならなかった。
3স্পেনের ধোঁয়ায় আপনাকে স্বাগতম! ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী!トリニダード・ドバゴの首都、スペインの煤煙へようこそ!
4সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইন্টারনেটবাসীদের মাঝে শুধু এই পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে।この状況はソーシャルメディアで大きく取り扱われ、ネット市民は当局の明らかに遅い対応に我慢ならなかった。
5আপাতদৃষ্টিতে কর্তৃপক্ষের ধীর প্রতিক্রিয়ার কারণে ইন্টারনেটবাসী খুব দ্রুত তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছেনঃ সত্যিকার অর্থে আমি মনে করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে (যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে) বেথাম আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছে।正直言ってBeetham埋立地の(意図的かもしれない)出火は、テロかひどい不始末みたいなものだと思うよ。
6১. সন্ত্রাস ও ২. চরম অব্যবস্থাপনার জন্য এ সংকটের উৎপত্তি।Beethamを通るのが怖くなった。
7এই কয়েক দিন যাবৎ আমি বেথামের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছি।ここ数日は警察もいるけど、彼らはエアコンの効いた車の中だ。
8সেখানে আমি পুলিশ থাকতে দেখেছি। তবে তারা তাদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে ছিল।濃い煙による、健康への潜在的なリスクを気にする人もいた。
9এই ঘন ধোঁয়ার কারণে অন্যান্যরা সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বেশী উদ্বিগ্নঃBeethamの埋め立てによる毒ガスが市民を病気にさせてから、病院は厳戒態勢をとらされている。
10বেথাম আস্তাকুড় থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ায় নাগরিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে হাসপাতালগুলোকে আরও বেশী সতর্ক অবস্থায় রাখা হচ্ছে।保健省:Beetham埋立地からの煙は、健康に害を及ぼす可能性がある。
11স্বাস্থ্য মন্ত্রনালয়ঃ বেথাম আস্তাকুড়ের আগুন থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে………কোন উপায় নেই!!!!…そんな!!!
12আপনি সত্যি ভাবছেন! হে আমার সৃষ্টিকর্তা! -_-嘘でしょ!
13বেথামের এই ধোঁয়া সবাইকে মেরে ফেলতে যাচ্ছে।Beethamの煙によって皆殺しだ。
14সবাইকে এই আবহাওয়াতেও কাজ করতে হচ্ছে।なんてこった。
15মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে একমত হয়েছে।こんな環境で働かなきゃいけないのか。
16সারা রাজধানী শহর জুড়ে থাকা বিদ্যালয়গুলো বন্ধ রাখা সম্পর্কে তারা তাদের মন্তব্য প্রকাশ করেছে।多くの中高生たちはこの問題を話題に挙げ、首都全体の学校閉鎖についてコメントした。
17অপরিকল্পিত এই ছুটি পেয়ে কেউ কেউ বেশ খুশীঃ思いがけない休日に喜んだものもいた。
18আরেকটি দিন বিদ্যালয় ছুটি পাওয়ার জন্য বেথামের জনগণকে ধন্যবাদ।Beethamのみなさんのおかげで学校に行かなくてすみます。
19বেথাম গ্রামবাসীকে আরও একবার ধন্যবাদ জানাই। এখন স্কুল ছুটি।ありがとう。
20✌️Beethamの住人にもう一度感謝を。
21অন্যরা এতে খুশী হতে পারেনিঃ বেথামের সমস্যার সমাধান প্রয়োজন।学校が休みだよ!
22কোন রকম শ্বাসকষ্টে না ভুগে আমি আমার পরীক্ষা শেষ করতে পারলে খুশী হব।不満をもつものもいた。
23লোকেরা বাড়ি যেতে পেরে বেশ খুশী।Beethamはやめるべきだ。
24তবে বেথামে যা ঘটছে, তাতে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় হতে যাচ্ছে।喘息にならずに試験に受かりたいよ。
25সরকারী কর্মকর্তারাও এই ইস্যুটিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করেছেন।家に帰れるやつらは嬉しいかもしれないけど、Beethamで起きていることは深刻な健康被害だ。
26আইন মন্ত্রী প্রকাশ রামাধার টুইট করেছেনঃ官僚もソーシャルメディアを用いてこの問題を知らせた。
27বেথাম এবং তৎসংশ্লিষ্ট চ্যালেঞ্জ সমুহ প্রধান অগ্রগণ্য বিষয় হিসেবে আজ ক্যাবিনেটে উপস্থাপিত হবে।法務局のPrakash Ramadharはこのようにツイートした。
28ইতোমধ্যেই সবকিছু ছাড়িয়ে এই ইস্যুটিকে ক্যাবিনেটে তুলে ধরা হয়েছে।本日の閣議ではBeetham埋立地とその課題について、すでに取り組んでいるものよりも最優先事項として扱われます。
29পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা অতঃপর পোস্ট করেছেনঃ一方で、環境管理局の官僚はこのような投稿をした。
30আইসিওয়াইএমআই!念のためにお伝えします。
31বেথাম আস্তাকুড়ে আগুন প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু মূল্যায়ন করতে ইএমএ গতকাল সকালে এসডব্লিউএমসিওএলের সাথে সাক্ষাৎ করেছে। একটি যৌথ ইস্যুতে…先日の朝、環境管理局はSWMCOL(訳注:廃棄物処理業の株式会社)と面会し、Beetham埋立地の問題について評価を下し、共同宣言を発しました。
32কর্তৃপক্ষের চূড়ান্ত পদক্ষেপ কি হবে তা এখনো দেখা বাকি রয়ে গেছে ।当局によりどのような決定的行動がとられるかが、今後の課題である。
33পরিস্থিতির কতোটা উন্নতি হচ্ছে তা জানতে টুইটারে #বেথাম হ্যাশট্যাগটি ব্যবহার করে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন।ツイッターのハッシュタグ#Beethamを使って、この状況がどのように発展していくか監視することが可能だ。
34মার্ক ফ্রাংকো অনুমতিক্রমে এই ছোট ছবিটি পোস্ট করেছেন।校正:Mari Watanabe