# | ben | jpn |
---|
1 | বড় দিনের আগের সন্ধ্যায় নিঃসঙ্গ? | 「イブに独りぼっち」? |
2 | এর জন্য জাপানী এক শব্দ আছে | 日本語で言ってみよう |
3 | ক্রিসমাস ট্রি, মারুনোচি, টোকিও। | 東京・丸の内のクリスマス・ツリー。 |
4 | ছবি: ফ্রান্সিওস রেজেতে/উইকিমিডিয়া কমন্স-এর। | 写真提供: フランソワ・ルジェテ氏、Wikimedia Commonsより。 |
5 | ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২. ০ জেনেরিক-এর অধীনে এই ফাইল লাইসেন্স করা হয়েছে। | Creative Commons Attribution 2.0 Generic licenseに基づき許諾された。 |
6 | জাপানে, বড়দিনের আগের সন্ধ্যা বছরের সবচেয়ে রোমান্টিক রাত। | 日本では、クリスマス・イブは一年で一番ロマンティックな夜ということになっている。 |
7 | সাধারণত জাপানে ২৪ ডিসেম্বর-এর রাত, প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের সবচেয়ে আনন্দঘন মিলনের রাত, যে রাতে জুটিরা জোড়া বাঁধে এবং সেদিন সন্ধ্যা কিংবা ২৫ ডিসেম্বর-এ অফিসের একঘেয়ে কাজে ফিরে যাওয়ার আগে একসাথে বিশেষ এক সময় কাটায়;যদিও সাধারণত জাপানে বড়দিনের উৎসব তেমন একটা পালন করা হয় না। | 12月24日の夜は伝統的に日本の「一大」デートの日で、恋人たちはふたりの特別な午後を過ごす。 そして25日には仕事や退屈なルーティーン・ワークに戻るのだ。 |
8 | তবে, সাম্প্রতিক বছরগুলোতে, জাপানে কেবল জন্মহারের পতন ঘটেনি, সাথে নাগরিকদের বিয়ে; অথবা এমনকি ডেটিং করার হারেরও পতন ঘটেছে। | クリスマス当日は、日本では特に祝われないことが多い。 しかし近年、日本では出生率の低下のみならず、結婚する人の数はおろか、デートをしている人の数までも減ってきている。 |
9 | সামাজিক এই পরিবর্তন, বড়দিনের আগের সন্ধ্যাকে এতটাই প্রভাবিত করেছে যে এই কারণে কুরিবোচি নামক এক শব্দের উৎপত্তি হয়েছে। | こういった社会的変化はクリスマス・イブにも影響し始め、新しい言葉を生み出すこととなった。「 クリぼっち」だ。 |
10 | - ぽっぽ (@poppi_polla5r) December 2, 2014 | 職場の若い後輩達が「クリぼっち‼︎ |
11 | কাজের সময় বেশ কয়েকজন জুনিয়র কর্মচারী, খুব আনন্দের সাথে তাদের কুরুবুচি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। | クリぼっちー‼︎ww」って楽しそうだったから「クリぼっちって何? |
12 | সে সময় এক হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, কুরুবুচি আসলে কোন প্রজাতির শব্দ? | 笑」って話しかけたら、みんなちょっと気まずそうにしてた。 |
13 | হঠাৎ করে যেন সবাই নীরব হয়ে গেল। | 理解した。 |
14 | এরপর আমি জানতে পারলাম তারা আসলে কি নিয়ে কথা বলছিল। | - ぽっぽ (@poppi_polla5r) December 2, 2014 |
15 | ক্রিসমাস এবং হোতোরি-বোতচি (সকলে মিলে এক) নামক দুটি শব্দ মিলে, কুরিবোচি নামক শব্দের উৎপত্তি, যা বড়দিনের ঠিক আগের সন্ধ্যায় নিঃসঙ্গ অবস্থায় কাটানো-কে বর্ণনা করে। | 「クリぼっち」とは、「クリスマス」と「独りぼっち」を組み合わせた「クリスマスを独りで過ごすこと」を意味する新たな造語である。 |
16 | ২০১৩ সালের এই সংবাদে সবচেয়ে বড় প্রশ্নটি করা হয়: বড়দিনের আগের সন্ধ্যায় আপনার পরিকল্পনা কি? | このニュース・レポートでは、「あなたのクリスマス・イブの過ごし方は?」 |
17 | এর জবাব? | という大問題を2013年12月より調査している。 |
18 | “আমি'নিঃসঙ্গ থাকব”। | 寄せられた回答は? |
19 | নভেম্বর ২০১৪-এ, টোকিও মেট্রোপলিটন এলাকায় অনলাইন রেস্টুরেন্ট ওপেন টেবিল ২০ থেকে ৩০ বছরের প্রায় ১,৮০০ ব্যক্তিকে সেবা প্রদান করে। | 「『クリぼっち』の予定です」 2014年11月、オンラインレストラン予約サイト「オープンテーブル」が首都圏在住の20~30代の男女およそ1,800人に対し調査を実施した。 |
20 | এক জরিপ অনুসারে, জানা গেছে জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ ব্যক্তি বলছে তারা দীর্ঘস্থায়ী কোন সম্পর্কে জড়িয়ে নেই অথবা এমনকি তারা ডেটিং-ও করছে না। | 報告によると、回答者のうち約6割が継続して付き合っている恋人がいないか、デートすらしていないという。 |
21 | একাকী বসে খাওয়া এবং বড়দিন উদযাপনের জন্য কিছু কিছু রেস্তোরাঁর এবং হোটল কুরিবোচি ব্যক্তিদের জন্য বিশেষ খাওয়া সরবরাহ করে, বিশেষ করে যারা এই তথ্যকে পুঁজি করছে যে সমান সংখ্যক নিঃসঙ্গ ব্যক্তি হয় ঘরে বসে, নতুবা বড়দিনের আগের সন্ধ্যায় বাইরে খাবার পরিকল্পনা করছে। | レストランやホテルの中には、「自宅で過ごしたい」と「外食したい」と回答した独身者が半数ずつだった(複数回答可)という事実に着目し、クリぼっちスペシャルとして、単身者やイブのお祝い向けに料理の宅配サービスを開始したところもある。 「今年のクリスマスをどのように過ごしたいと思いますか?( |
22 | (সাড়া প্রদানকারীরা একের অধিক কর্মকাণ্ড বেছে নেওয়ার সুযোগ ছিল।): | 20代)」資料転載元:日経ウーマン しかしレストラン経営者にとって重要なのは、20代の回答者のうち約43%がクリスマス・イブの予算は1万円以下としていることだ。 |
23 | “কি ভাবে ২০ থেকে ৩০ বছর বয়স্ক নাগরিকরা বড়দিন উদযাপন করবে”। | これは、イブの予算は青天井と言っていた、25年という一世代前のバブル期とは驚くほど対照的である。 |
24 | ছবি সুত্র নিক্কি ওমেন। | お一人様ライフスタイルを選ぶ20代は増え始めている。 |
25 | তবে, রেস্তোরাঁয় মালিকদের জন্য গুরুত্বপূর্ণ, ২০-থেকে ৩০ বছর বয়স্কদের মাঝে পরিচালিত জরিপ-এ উত্তরদাতাদের ৪৩ শতাংশ জানিয়েছে যে বড়দিনের আগের সন্ধ্যা উদযাপনে তারা ১০০ ডলারের বেশী খরচ করেন না। | 1人焼肉をしてしまったら、もうリア充復帰は不可能だと自覚しています。 ただ肉食べたい欲求には勝てないの>_< ソロ攻略。 |
26 | জাপানের ২৫ বছরের বুদ্বুদ অর্থনীতির বাস্তবতায়, ঠিক এক প্রজন্ম আগে যখন সবকিছু সীমাবদ্ধ ছিল তখন বড় ধরনের কোন ডেটের রাতে যতটা ব্যয় করা হত, এ তার প্রেক্ষিতে এক দারুণ বৈপরীত্য। | これで二回目……(もう手遅れ)ん pic.twitter.com/Oaz1yVczTB |
27 | ২০ থেকে ৩০ বছর বয়স্ক জাপানী নাগরিকরা ক্রমশ আরো বেশী নিঃসঙ্গ জীবনে পতিত হচ্ছে: | - 悟りを開いたJIME(中の人) (@jime0714) November 19, 2014 |
28 | যখন আপনি একবার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি কোরীয় বারবিকিউ খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন থেকে আপনি উপলব্ধি করবেন যে স্বাভাবিক সামাজিক জীবনে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। | 投稿者の言う「リア充」とは、だいたい「IRL (in real life)」に相当する日本のネット用語である。 |
29 | লেখক এখানে リア充, কিংবা “রিয়া জু,” নামের এক জাপানি পদ ব্যবহার করেছে, যার অর্থ আইআরএল, (ইন রিয়েল লাইফ/ বাস্তবিক জীবনে)-এর অনেকটা কাছাকাছি । | この文脈では、「リア充」は多くの友人とともにアクティブで溌剌とした社会生活を営んでいる。 対照的に、「クリぼっち」はコンピュータを通じたオンラインでの対人関係がメインという、日本文化の別のトレンドを象徴している。 |
30 | “রিয়া জু-এর প্রেক্ষাপটে নাগরিকদের সক্রিয়, প্রচুর বন্ধুর সাথে প্রাণোচ্ছল সামাজিক জীবন কাটানো হত। | 実生活では、日本社会は独身者のお一人様主義への対応を模索中だ。 ヒトカラきたのに25人の部屋に通された pic.twitter.com/OPLo8YDMUY |
31 | তার বিপরীতে, কুরিবোচি জাপানী সংস্কৃতির আরেকটি ধারার প্রতিনিধিত্ব করছে, যেখানে নাগরিকরা শুধুমাত্র কম্পিউটার মাধ্যমে একে অন্যের সাথে মেশে। | - みんなが体験した事なさそうな体験談 (@warauikenai) November 21, 2014 |
32 | বাস্তব জগতে, জাপানি সমাজ এখনো একা হিসেবে নিঃসঙ্গ থাকার উপায় বেছে নিচ্ছে : | また鍋料理のように、伝統的に多人数向けとされてきた冬の料理をどうするかについては、いまだ試行錯誤が重ねられている。 センスないなぁ. |
33 | যখন আমি “এক কামরার এক কারোকের” জন্য তাদের বললাম, তখন তারা আমাকে এমন এক কামরা প্রদান করল, যেখানে ২৫ জন ব্যক্তির থাকার মত যথেষ্ট জায়গা রয়েছে। | 美的センスゼロだね. 何が足りないんだべ…でも…秘密基地好きだな. |
34 | অন্যরা এখনো কি ভাবে শীতের রান্না প্রস্তুত করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করছে, যা ঐতিহ্যগত ভাবে অন্যদের সাথে মিলে খেতে হয়, যেমন হটপট: | 1人鍋さ〟 pic.twitter.com/GBaEkJJVqT |
35 | এমন কিছু আছে যা এখানকার জন্য ঠিক নয়, এখানে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তা অতীব জঘন্য… এখানে কিছু একটার অভাব রয়েছে। | - はな子 (@im0ki1013) November 14, 2014 |
36 | অন্যদিকে আমি আমার হটপট সাথে নিয়ে একজনের অপেক্ষায় আছি। | ツイッターでは、多人数向けボードゲームでの一人遊びが広まりつつある。 |
37 | টুইটারে একটি মেমে ক্রমশ ছড়িয়ে পড়ছে, এতে জানা যাচ্ছে যে নাগরিকরা একাই বোর্ড গেম খেলার মনোভাব গ্রহণ করছে, যে খেলাটি কয়েকজন মিলে খেলা হয় : | ふうちょんちで1人人生ゲームなう pic.twitter.com/KLpot0EKmy |
38 | - NO (@rmlsasfmfcc9) August 3, 2014 জীবনের খেলা খেলছি, আর একাধিক খেলোয়াড়ের বদলে আমি নিজে তা খেলছি। | - NO (@rmlsasfmfcc9) August 3, 2014 |
39 | 1人人生ゲームスタート(^_^) pic.twitter.com/3oAfhWyHwc - 岩手の沖縄 (@tomomotomo1978) October 16, 2014 | 1人人生ゲームスタート(^_^) pic.twitter.com/3oAfhWyHwc |
40 | প্রস্তুত, বস, খেলা শুরু: মাত্র একজন খেলোয়াড় খেলছে লাইফ অফ গেমস নামক খেলাটি। | - 岩手の沖縄 (@tomomotomo1978) October 16, 2014 |
41 | かいけん1人人生ゲーム pic.twitter.com/rSGerjw8Jc আমার মনে হয় একজন খেলোয়াড় দিয়ে আমাকে গেম অফ লাইফ খেলাটি খেলতে হবে। | かいけん1人人生ゲーム pic.twitter.com/rSGerjw8Jc |
42 | তবে কারো মতে, নভেম্বর-এর সমাপ্তি এবং ডিসেম্বর-এর শুরু প্রবল এক দিন গণনার ক্ষণ হিসেবে চিহ্নিত হয়: | - たけにー (@RBLUES0214) August 26, 2014 |
43 | - しの@12/4誕生日なのだよ (@shino_1204_) November 30, 2014 | しかし一部の人間にとって、11月の終わりと12月の始まりは、憂鬱なカウントダウンの幕開けである。 |
44 | বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। | 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 【悲報】クリぼっちまであと24日 |
45 | বিষণ্ণ মনে এই সংবাদ প্রদান করছি যে বড়দিনের আগের সন্ধ্যা যা আমরা একাই কাটাবো, তার মাত্র মাত্র ২৪ দিন বাকী। | - しの@12/4誕生日なのだよ (@shino_1204_) November 30, 2014 |
46 | [আরো পাঁচবার এই বাক্যটি লেখা হয়েছে]। | スヌーピーに慰められたクリぼっち達もいる。 |
47 | অন্য সব কুরিবোচিরা স্নুপির কাছ থেকে আমরা সান্তনা নেই, যারা বড়দিনের আগের সন্ধ্যায় তার কষ্টের কথা তুলে ধরে: | スヌーピーもまた、クリぼっちの誓いを立てた一人かもしれない。 クリぼっちになりそうな人RT pic.twitter.com/F2vEl8GtXp |
48 | - time (@timesa100) November 27, 2014 | - time (@timesa100) November 27, 2014 |
49 | মনে হচ্ছে সে নিজেও বড়দিন একা একাই কাটাবে। | 校正:Shoko Baba |