# | ben | jpn |
---|
1 | এক বিষণ্ণ দৃশ্যের অবতারণা ঘটেছে, যখন বিশ্ব পাকিস্তানের পেশোয়ারে নিহত শিশুদের জন্য শোক প্রকাশে এগিয়ে আসে | 殺害されたパキスタンの子供たちへ、悲しみに満ちた世界中での弔い―ペシャワール襲撃事件― |
2 | আর্মি পাবলিক স্কুল, সুশীল সমাজ, পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং বিশাল সংখ্যক নাগরিক,ঘটনার শিকার নিষ্পাপ এই শিশুদের জন্য শোক প্রকাশে নিশীথে মোমবাতি প্রজ্বলন করে। | 罪なき犠牲者を弔うために、キャンドルライト追悼式が行われた。 軍公立学校の生徒や、市民組織のメンバー、パキスタン軍のスタッフ、そして多くの国民が参加した。 |
3 | ছবি পিপিইমেজেস-এর। | 撮影:ppiimages。 |
4 | কপিরাইট ডেমোটিক্সের (১৯/১২/২০১৪)। | 著作権:Demotix(2014年12月19日) |
5 | ১৬ ডিসেম্বরে সামরিক পোষাকে বন্দুকধারী একদল তালেবান পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে প্রবেশ করে এবং হেঁটে ক্লাশে ক্লাশে গিয়ে ছাত্র ও শিক্ষকদের প্রতি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। | 12月16日、銃を持ったタリバンの集団が、パキスタンのペシャワール軍公立学校に侵入した。 軍事服を身にまとったタリバンは、教室から教室を移動しながら、生徒や教師たちを銃で撃った。 |
6 | এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে যাদের মধ্যে ১৩২ জন শিশু, এবং ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র গুরুতর আহত হয়। | この襲撃によって、少なくとも148人が亡くなり、そのうち132人は子供であった。 また、たくさんの生徒が負傷した。 |
7 | এর পরের দিন করাচি, ইসলামাবাদ এবং দেশজুড়ে অন্যান্য প্রধান শহরে নিশীথে মোমবাতি প্রজ্বলনের সাথে প্রার্থনার আয়োজন, যা এই সকল ছবিতে দেখা যাচ্ছে। | 事件の翌日、カラチやイスラマバードを含むパキスタン国内の主要都市で、追悼式が行われた。 追悼式の様子は、これらの写真からうかがえる。 |
8 | নিহতদের স্মরণে বিশ্বজুড়ে অসংখ্য জায়গায় রাত্রিতে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করা হয়: | 追悼式は世界中でも数多く行われた。 上記の追悼式に参列した人々は、犠牲者に思いを馳せ、暴虐に対して反対の意を示した。 |
9 | শিকার নিহতদের স্মরণ করেছে, এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তালেবানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে এবং এই সকল নৃশংসতা থেকে শিশুদের দূরে রাখার বিষয়ে নিজেদের মত প্রতিধ্বনিত করেছে। | そして、タリバンに向けて怒りの声をあげ、子供たちはそのような残虐行為とは無縁であるべきだと繰り返した。 以下は、追悼式の写真である。 |
10 | নিচের মোমবাতি প্রজ্বলনের কয়েকটি ছবি তুলে ধরা হল: | パキスタンで、現地のタリバンによって殺害された生徒たちや教師を追悼するために、たくさんのキャンドルに明かりが灯された。 ロンドンにあるトラファルガー広場で行われた追悼式の一場面。 |
11 | লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে শোক প্রকাশে মোমবাতি ও প্রদীপের এক সংগ্রহ প্রজ্বলিত করা হয়েছে, পাকিস্তানের পেশোয়ারের পাকিস্তানি তালেবানের হাতে নিহত স্কুলের ছাত্র এবং শিক্ষকদের স্মরণে এই শিখা প্রজ্বলন। | 撮影:Emma Durnford。 著作権:Demotix(2014年12月17日) |
12 | ছবি এমমা ড্রানফোর্ড-এর কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৫)। | パキスタン人コミュニティーセンターの外で、ペシャワールの子供たちのために、キャンドルライト追悼式が行われた。 マンチェスターのロングサイトにて。 |
13 | ম্যানচেস্টারের লংসাইট-এ পাকিস্তানী কমিউনিটি সেন্টারের সামনে পেশোয়ারে শিশুদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। | 撮影:Barbara Cook。 著作権:Demotix(2014年12月20日) |
14 | ছবি বারবারা কুকের। | タリバンによるペシャワール学校襲撃事件で亡くなった犠牲者に、敬意を表すためのキャンドルライト追悼式。 |
15 | কপিরাইট ডেমোটিক্সের (২০/১২/২০১৪)। | 200人の人々が、アトランタにあるCNNセンターの前に集った。 |
16 | পাকিস্তানের পেশোয়ারে তালেবানের হামলা ঘটনার শিকার নিহতদের সম্মান প্রদর্শনে আটলান্টার সিএনএন সেন্টারের সামনে দুইশত ব্যক্তি সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করে। | 撮影:Steve Eberherdt。 著作権:Demotix(2014年12月17日) |
17 | ছবি স্টিভ এবারহার্ডট-এর। | ペシャワール襲撃事件の犠牲者の魂を慰めるために、キャンドルライト追悼式が学校のキャンパスで行われた。 |
18 | কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)। | コロンビアの学生たちや地域の人々が参列した。 |
19 | পেশোয়ারে হামলায় নিহতদের সমর্থনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সম্প্রদায়ের অন্য সদস্যরা মোমবাতি প্রজ্বলনে যোগ দান করে। | 撮影:Mansura Khanam。 著作権:Demotix(2014年12月17日) |
20 | ছবি মানসুরা খানমের। | インドのイラハバードで、キャンドルライト追悼式が行われた。 |
21 | কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪) | インドの議員や子供たちが、パキスタンのペシャワール襲撃事件でタリバンによって殺害された者たちへ弔意を表した。 |
22 | ভারতের এলাহাবাদে ভারতীয় কংগ্রেস দলের কর্মী এবং শিশুরা এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাকিস্তানের পেশোয়ারে তালেবান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে। | 撮影:Ritesh Shukla。 著作権:Demotix(2014年12月17日) |
23 | ছবি রিতেশ শুক্লার। | バングラデシュにあるパキスタン高等弁務官事務所で、キャンドルライト追悼式が行われた。 |
24 | কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)। | そして、その夜はペシャワール軍公立学校で、罪もなく大虐殺された犠牲者を皆が追悼した。 |
25 | আজ সন্ধ্যায় বাংলাদেশ অবস্থিত পাকিস্তান হাই কমিশনে পেশোয়ারের আর্মি স্কুলে সংঘঠিত এই গণহত্যার শিকার নিষ্পাপ শিশুদের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। | タリバンによるペシャワール軍公立学校襲撃事件で殺害された犠牲者を悼み、インド人がアムリツァルで追悼式に参列した。 そして、キャンドルに明かりを灯した。 |
26 | অমৃতসরে সেখানকার নাগরিকরা পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মোমবাতি জ্বালাচ্ছে। | 撮影:Sanjeev Syal。 著作権:Demotix(2014年12月17日) |
27 | ছবি সঞ্জীব সায়াল-এর। | アッサム州のシブサガルで、タリバンによるパキスタン学校襲撃事件に抗議して、キャンドルに明かりを灯している子供たち。 |
28 | কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)। | 撮影:Neelam Kakoty Majumdar。 |
29 | পাকিস্তানের স্কুলে তালেবান হামলার প্রতিবাদে আসামের শিবসাগরে শিশুরা মোমবাতি জ্বালাচ্ছে। | 著作権:Demotix(2014年12月18日) |
30 | ছবি নীলম ককতৈ মজুমদারের। | インドの西ベンガル州でバルドワン郡記者クラブが、バルドワンにおいてキャンドルライトの集いを開催した。 |
31 | কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)। | そして、ペシャワール軍公立学校でタリバンが起こした恐ろしい襲撃事件に対して、反対の意を表明した。 |
32 | পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রজ্বলিত মোমবাতি হাতে এক র্যালির আয়োজন করে। | 撮影:Sanjoy Karmaker(2014年12月18日) |
33 | ছবি সঞ্জয় কর্মকারের (১৮/১২/২০১৪)। | パキスタンのラホレで行われたキャンドルライト追悼式で、タリバンへの抗議に同調するメッセージを持つ子供たち。 |
34 | পাকিস্তানের লাহোরে শিশুরা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে ঐক্যের বাণী বহন করছে। | 撮影:Fatima Arif。 |
35 | ছবি ফাতিমা আরিফের। | 著作権:Demotix(2014年12月18日) |
36 | কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)। | 校正:Maki Kitazawa |