# | ben | jpn |
---|
1 | মিশর: নতুন এক মিশরকে স্বাগতম | エジプト:新しい国を歓迎して |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | この記事は、エジプト反政府デモ特集の一部です。 エジプト国民たちはより良き未来を夢見ている。 |
3 | মিশরীয় নাগরিকরা উন্নত এক ভবিষ্যৎ-এর স্বপ্ন দেখা শুরু করেছে এবং ইতোমধ্যে কারো কারো স্বপ্ন পুরণ হতে শুরু করেছে। | そしてその夢のいくつかはすでに実現されようとしている。 この記事では、新しい国 -彼らが待ち望んでいた国- が生まれつつある様子を目にしていると感じている、エジプトのブロガーたちの声を拾った。 |
4 | এই পোস্টে আমরা সেই সব মিশরীয় ব্লগারদের কথা শুনবো, যাদের মনে হচ্ছে তারা দেখতে পাচ্ছে নতুন একটি দেশের জন্ম হচ্ছে, যে দেশের জন্যে তারা এতদিন অপেক্ষা করছিল। | Mona Seif (@monasosh)は、2月2日の夜も含め、タハリール広場から継続的に情報をアップロードしている。 |
5 | মোনা সেইফ (@মোনাসোশ)থেকে তাহরির স্কোয়ার হতে প্রতিদিনের সর্বশেষ খবর জানাচ্ছেন, এমনকি এর মধ্যে ২ ফেব্রুয়ারির রাতের সংবাদ রয়েছে। | 彼女は自身が「勇敢」に振る舞ったことについて、このように返答している。 |
6 | “সাহসের“ সাথে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন: | これははっきりさせておかなければいけない。 |
7 | আমাকে এটা খুলে বলতে হবে: আমি সাহসী ছিলাম না, আমি ছিলাম সুরক্ষিত। | 私は勇敢だったのではなくて、守られていたのだ。 |
8 | রাত পর্যন্ত যুদ্ধ চলেছে। | 騒動は夜を徹して続いた。 |
9 | পাথর আর কাঁচের টুকরো দিয়ে শুরু হয়ে মলোটভ ককটেল পর্যন্ত ছোঁড়া হয়, তারপরে শুরু হয় গোলাগুলি। | 石やガラスから始まり、火炎瓶になり、そして銃撃が起こった。 |
10 | সেনাবাহিনী সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে ছিল, এবং এক পর্যায়ে তারা সবাই সেখান থেকে চলে গিয়ে তাদের ট্রাকে লুকিয়েছিল। | 軍隊はじっとその場にいて動かなかったが、ある時点で総員が退却し、トラックの中へ姿を隠した。 |
11 | সে রাতে যে সাহসিকতা আমি দেখেছিলাম, তার বর্ণনা দেয়ার ভাষা আমার নেই। | あの夜私が目にした勇敢さを、言い表す言葉が見つからない。( |
12 | […] সে রাত আমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছিল যে, আমি তাহরির স্কোয়ারের মতই মিশর চাই। | ・・・)あの夜、私ははっきりとわかった。 |
13 | মিশর যা, সেখানকার জনগণও তাই। | 私が本当に望んでいるエジプトは、タハリール広場にあったのだと。 |
14 | আমাদের ভাগ্যে যাই থাকুক, আমি তাদের সাথে ছিলাম। | あそこにいた人たちはエジプトのすべてであり、私は彼らと共にあるのだ。 |
15 | বিপ্লব। | たとえどんな運命が私たちを待ち受けていようとも。 |
16 | ছবি ইমাম মোসাদের সৌজন্যে পাওয়া। | 革命 Iman Mosaadの写真より。 |
17 | | Creative Commons Attribution-ShareAlike 2.0 Generic licenseに基づき使用。 |
18 | ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-শেয়ার এলাইক ২. | Merryは、友人とタハリール広場を訪れ、抗議者たちと遭遇したときのことをこのようにつづっている: |
19 | ০ জেনেরিক লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে। | 一人が喜びで顔を輝かせ、私と友人に「どうして来たんだ?」 |
20 | এক বন্ধুর সাথে তাহরির স্কোয়ার দেখে এবং কিছু বিক্ষোভকারীর মুখোমুখি হওয়ার পর মেরী বর্ণনা করেছে: | と尋ねた。 ・・・友人は「ここは私たちの国だからよ・・・」と答えた。 |
21 | তাদের একজন মুখমণ্ডলে হাসির ঝলক নিয়ে আমাকে আর আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিল “তোমরা কেন এসেছ?“ | 私は彼の目を見つめ、抱きしめたくなる気持ちを抑えてこう答えた。「 |
22 | … আমার বন্ধু বলেছিল “কারণ এটা আমার দেশ …“, আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, আর অনেক কষ্টে তাকে আলিঙ্গন করা থেকে নিজেকে সংযত করে আমি উত্তর দিয়েছিলাম “কারণ তুমি আমার দেশ“ … আর তারা তাই। | あなたは私の国だからよ」 ・・・ 彼らは・・・ああ神様、彼らは私が人生をかけて捜し求めていた国であり、私はついにそれを見つけたのです・・・ この感情に、ツイッターのNadia El-Awadyが共鳴した: |
23 | হায় ঈশ্বর, তারাই আমাদের দেশ। | 国内にいるエジプト国民たちよ:国営テレビを観るのをやめ、タハリールへ来たれ。 |
24 | আমি সারাজীবন খুঁজছিলাম। | われわれが待ちこがれていたエジプトを見よ #1月25日 |
25 | | 自らを Fugitive in a World of Dreams(夢の世界からの逃亡者)と名乗るブロガーは、このように書いている: |
26 | শেষ পর্যন্ত আমি তা খুঁজে পেয়েছি … | 私はブログに「この世界から抜け出した世界」という名を選んだ。 |
27 | নাদিয়া এল-ওয়াদি তার টুইটারে একই অনুভূতির প্রতিধ্বনি করেছেন: | それはこのブログが夢の世界だからだ。 |
28 | মিশরীয় নাগরিক যারা নিজের ঘরে বসে আছেন: সরকারি টেলিভিশন দেখা বন্ধ করে, তাহরিরে চলে আসুন। | この中では、私たちが望んでいるものは、これまでも、そしてこれからも叶うことはない・・・私は空想の海を泳ぎまわることができる。 |
29 | #মিশর দেখুক, আমরা সবাই #জান২৫-এরই অপেক্ষা করেছি। | どれだけ遠くに行っても、一番近くにある夢に手が届くことはない。 |
30 | নিজেকে স্বপ্নের পৃথিবীর পলাতকা নামে পরিচয় দেওয়া ব্লগার লিখেছেন: | しかし、1月25日のあと、私は大きな間違いを犯していたことに気づいた。 |
31 | স্বপ্নের জগতের সাথে আমার ব্লগের সংশ্লিষ্টতার কারণে আমি এই নাম পছন্দ করেছিলাম “এ পৃথিবীর বাইরের পৃথিবী“ … আমরা এমন কিছুর আশা করছিলাম না, যা এর মাধ্যমে অর্জিত হয়েছে বা হতে পারে … এমন এক পৃথিবী যেখানে আমি আমার কল্পনার সাগরে ভেসে বেড়াতাম.. | ・・・エジプトの若者が -いや、世界全体が- 教えてくれたのだ。 不可能ではないのだと。 |
32 | তা যত দূরেরই হোক না কেন কোন স্বপ্নকে ছুঁতে না পেরেও তাতে সাঁতার কাটতাম … কিন্তু ২৫ জানুয়ারির পর আমি নিজেকে এক মহা ভুলের মাঝে আবিষ্কার করলাম … মিশরীয় যুবারা আমাকে শেখাল…. | 私たちは夢を持ち、それを叶えることができるのだ。 それがどんな大きな夢であろうとも。 |
33 | বাস্তবে গোটা বিশ্ব আমাকে শেখাল যে, এটা অসম্ভব নয়; আপনি স্বপ্ন দেখতে এবং তা অর্জনও করতে পারেন, তা যত বড়ই হোক না কেন। | 必要なのは、自分の望むことを叶えようとする意志だ。 |
34 | যা দরকার তা হল, আপনি যা আশা করছেন তা অর্জনের সংকল্প থাকতে হবে … আমি গর্বিত আমি মিশরীয় বলে, আর আমি তরুণ মিশরীয় নাগরিকদের এই চমৎকার প্রজন্মেরা বলে … মিশর সত্যিকারভাবেই এই পৃথিবীর বাইরের এক পৃথিবী, সব ধরনের মাপকাঠিতেই। | ・・・私はエジプト国民であることを、そしてエジプトのすばらしき若者の世代にいることを誇りに思う。 ・・・どの観点から見ても、エジプトは本当にこの世界から抜け出した世界になったのだ。 |