# | ben | jpn |
---|
1 | নিকারাগুয়াঃ শিশুশ্রম বন্ধে বিরামহীন সংগ্রাম | ニカラグア:児童労働根絶への終わりなき戦い |
2 | নিকারাগুয়াতে শিশু শ্রম বন্ধ করা বা বন্ধের চেষ্টা করা মোটেই কোন সহজ কাজ নয়। | ニカラグアでは、児童労働の阻止を試みることが容易ではない。 次のビデオを見れば、新しい法律ができても働き続けている子供たちが多い理由が分かる。 |
3 | নিচের ভিডিওতে দেখান হয়েছে যে কেন নতুন আইন সত্বেও এখনও অনেক শিশু কেন কাজে নিয়োজিত রয়েছে। | 子供に教育を受けさせることが重要であると考え、啓蒙活動の影響を受けている家族もいる。 しかし、どうにか暮らすための手段が児童労働であるという家族もいる。 |
4 | যদিও শিশুদের শিক্ষাদান এবং সচেতনতামূলক প্রচারনার বিষয়ে প্রদানে অনেক পরিবার সাড়া প্রদান করেছে কিন্তু অনেকেরই পরিবার চলে শিশুদের শ্রমের উপর। | 政府、雇用者、企業組合、各世帯のすべてには、児童労働を防ぐ義務があると法律は制定している。 児童労働は子供に身体的、あるいは精神的な害を与え、彼らの学業や成長を妨げてしまう。 |
5 | শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের এবং যেগুলো তাদের শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক কাজ সেগুলোর বিষয়ে সরকার শিশুশ্রম বন্ধের লক্ষে বিভিন্ন সিন্ডিকেট ও পরিবার ভিত্তিক কর্মসূচী গ্রহন করেছে। | ところが、ニカラグアでは経済状況が厳しいため、各世帯は子供を働きに出すか、彼らに家事労働を割り当て自宅で働かせるしかない。 ニカラグアのOmetepeで果物を売り歩く子供たち CCby Zach Klein |
6 | কিন্তু তার পরেও নিকারাগুয়ার পরিবার গুলো করুন অর্থনৈতিক অবস্থা মোকাবিলার জন্যে তাদের সন্তানদের বাইরে কাজ করতে দিচ্ছে অথবা তাদের ঘরেই উপার্জন করার ব্যবস্থা করে দিচ্ছে। | これは、Journeyman が Hard Labour という動画の中で放映しているものだ。 Hard Labour が映し出すのは、危険な仕事をしている子供たちである。 |
7 | ওমতেপে নিকারাগুয়া তে শিশু ফল বিক্রেতা। | しかし、当局は彼らの存在を否定するか、家族が収入を必要としているのを知りながら子供を追い払うことはできないとの所信を述べるかだ。 |
8 | সিসি বাই জেচ ক্লেন | 子供の集団が石を打ち砕き粉々にしている。 |
9 | জারনিম্যান তার কষ্টের শ্রম ছবিগুলোতে তুলে ধরেছেন কিভাবে শিশুরা বিপদজনক কাজে লিপ্ত, কিন্তু তার পরেও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। | 石の破片が飛び散れば、彼らは失明する危険がある。 |
10 | হয় তারা শিশুটির শ্রমে নিয়োজিত থাকার কথা অস্বীকার করছেন অথবা তারা শিশুটির উপার্জন তার পরিবারের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে বিবেচনায় তারা নিরুপায় বলে জানিয়েছেনঃ | ニカラグアでは表向き、児童労働は違法だ。 ある採石場の協力的なリーダーも、そこで子供が働いていることを即座に否定する。「 |
11 | উড়ে আসা পাথর কুচির কারনে অন্ধত্বের ঝুকি থাকা সত্বেও কিছু শিশু পাথর ভাঙ্গছে । | 子供が石工として働くことは禁止されているし、危険すぎる。 |
12 | সরকারি ভাবে নিকারাগুয়াতে শিশুশ্রম নিষিদ্ধ এ বিষয়ে সমবায় নেতাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা সেখানে শিশুশ্রমের বিষয়টি দ্রুত অস্বীকার করেন। | 子供は学校に通うべきで、働くべきではない」しかし、10歳の労働者 Anibal が語る話は違う。 |
13 | “পাথর ভাঙ্গার শ্রমিক হিসেবে শিশুদের নিয়োগ নিষিদ্ধ। | 彼はその採石場で働いている時に負傷した後、これまで1年間を病院で過ごしてきた。「 |
14 | কারন এটা খুবই ঝুঁকিপূর্ণ। | 上の方から大量の土が崩れてきて、僕の上に落ちてきた。 |
15 | শিশুরা স্কুলে যাবে কাজে নয়” কিন্তু আনিবাল নামের ১০ বছরের শিশুটি বলছে অন্য এক গল্প। | それで足を怪我した」サンディニスタ政権の反対にもかかわらず、同国は中南米諸国で最も貧しい国の一つであるため、各世帯に選択の余地はほとんどない。 |
16 | পাথর কাটার শ্রমিক থাকাকালে আহত হবার পর সে প্রায় এক বছর হাসপাতালে ছিল।“ | セーブ・ザ・チルドレンの現地代表 Diana Espinoza は、非常に難しい状況であることを認めている。「 |
17 | বিরাট একটি স্তুপ অনেক উপর থেকে ধ্বসে আমার উপর পড়ে এবং আমার পা আহত হয় । | 児童労働は複数のレベルで市場全体に広がっている」 |
18 | সান্দিনিস্তা সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞার পরেও নিকারাগুয়ার পরিবারগুলো তাঁদের শিশুদের কাজে পাঠাতে বাধ্য। | しかし、変化もいくらか起きてきた。 顕著なのはコーヒー産業である。 |
19 | সেভ দা চিলড্রেন এর স্থানীয় প্রতিনিধি ডায়ানা এস্পিনজা স্বীকার করেন “সেখানে বিভিন্ন স্তরের শিশু শ্রমের বাজার রয়েছে”। | 自分のコーヒーがフェアトレード製品になることを望む農場経営者は、農場にいる子供たちがコーヒーの摘み取りを行うのではなく、学校に通っていることを保証する必要がある。 |
20 | তারপরেও কিছু পরিবর্তন হয়েছে বিশেষ করে কফি উৎপাদনের ক্ষেত্রে । | コーヒーの摘み取りを行っていたのは児童労働者であった。 |
21 | যে সকল কৃষক তাদের কফি “ফেয়ার ট্রেড পিলিসির” আওতাভুক্ত করতে চান তাঁদের গ্যরান্টি প্রদান করতে হয় যে তাঁদের কফি তোলার কাজে কোন শিশু শ্রমিক নিয়োজিত নেই এবং তাঁদের শিশুরা স্কুলে যাচ্ছে। | 子供に稼がせるのではなく、子供を学校に通わせることが課題であることは認識されている。 一方、子育てを成功させるために必要なのは犠牲を払うことである、と女性の一人も述べる。 |
22 | কফি উত্তোলনকারীরা নিজেরাই ছিলেন শিশুশ্রমিক, তাঁরা নিজেরা শিশুশ্রমের প্রভাব সম্পর্কে অবগত, বিভিন্ন বাধা ও অভাব থাকা সত্ত্বেও তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন। | ただ、Fabiola と彼女の息子 Jose の話から分かるように、子供を学校に戻すことは簡単ではない。 |
23 | একজন মহিলা বলেন এটি একধরনের উৎসর্গ শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্যে যা খুবই প্রয়জনীয় । | 彼女はその話の中で、自分の子供を通りで働かせるのではなく、学校に入学させることを望んでいるにもかかわらず、これまでずっと障害に直面してきた。 |
24 | যদিও একটি ঝরে পড়া শিশুকে আবারো স্কুলে ফেরত পাঠানোর আশা করা খুবই কঠিন, ফাবিওলা বলেন, যখনি তিনি তার সন্তান হোশেকে কাজ থেকে সরিয়ে স্কুলে ভর্তি করতে চেয়েছেন তখনি তিনি কোন না কোন সমস্যার মুখোমুখি হয়েছেন। | また、Jose は入学するとしても、おそらく児童労働者であったという汚名を背負っていかなければならないだろう。 |
25 | যদি হোশে কোন স্কুলে ভর্তি হয় তার পরেও তাকে শিশুশ্রমিক হওয়ার অপমান বহন করতে হবে। | 次の2つのビデオでは、子供たちがニカラグアの児童労働について意見を出し合っている。 |
26 | নিকারাগুয়ার শিশুশ্রম নিয়ে পরের দুটি ভিডিও চিত্রে কিছু মতামত প্রদান করা হয়েছে। | Xchange Perspectives による動画教育を通じて、同国 Jinotega 県の子供たちが 同問題についてレポートしている。 |
27 | নিকারাগুয়ার জিনোতেগা এলাকার একটি এক্সচেঞ্জ পারস্পেক্টিভ এর ওই বিষয়ের প্রতিবেদনের ভিডিও ট্রেনিং এ দেখান হয়ঃ | Abre Tus Ojos Nicaragua [es]の十代の若者たちも、ニカラグア北方の Matagalpa における同問題についてレポートしている。 |
28 | নিকারাগুয়ার উত্তর অংশে মাতাগাল্পার বিষয়টি নিয়ে আব্রে তুস ওজোস নিকারাগুয়াটিন এজাররা [স্পেনীশ] কিছু মন্তব্য করেন। | 児童労働者だけでなく、児童労働を防ぐべく尽力している組織の第一人者にもインタビューすると、こうした子供たちが働いている理由はほぼ共通していた。 例えば、彼らの世帯は、その子供本人と母親のみであることがしばしばである。 |
29 | যদিও শিশুশ্রম বন্ধে করতিপক্ষ ও কিছু সংস্থা কাজ করে যাচ্ছে তারপরেও শিশুশ্রমিকদের সাক্ষাতকার থেকে জানা যায় যে শিশুশ্রমের পিছনে কারনগুলো মোটামুটি একই রকমের। | そのため、生活の収支を合わせるためにさらなる収入が必要になる。 または、病気が原因で、家族を食べさせるために収入を得られる者がこのような子供たちだけとなり、彼らは突如大人になる必要があるのだ。 |
30 | উদাহরণস্বরূপ বলা যায় পরিবারের প্রয়োজন মেটানোর জন্যে অথবা কেও অসুস্থ হলে শিশুদেরকেই উপার্জনের হাল ধরতে হয়। | 親が子供を働かせている理由が、子供に何もしないで怠けることではなく、働くことについて学ばせるためという場合もある。 |
31 | অনেক সময় পিতামাতাই সন্তানকে কাজে পাঠান যাতে তারা কিছু শিখতে পারে এবং অলস বসে না থাকে। | 彼らは一日中働いて、非常に疲れて帰宅する。 |
32 | এই সকল শিশু ও কিশোররা সারাদিন কাজ করে খুবই ক্লান্ত থাকে কিন্তু তার পরেও তাঁদের পরিবারদের সাহায্য করে গর্বিত, তারা এটাকে “কাজ” বলে গন্য করে না এবং এটাকে তাদের নিজেদের অধিকার বলে মনে করে। | しかし、このような子供や十代の若者は、家族を支えているということに誇りを持っており、それが「仕事」であるとか、自分たちの権利を否定するものであるとは見なしていない。 |
33 | শিশু ও কিশোরদের অধিকার রক্ষার্থে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে যেখানে শিশুরা সকালে স্কুলে যাবে এবং তারপর তাঁদের পরিবারের অর্থনৈতিক সাহায্যের জন্যে কাজে যাবে। | 午前中に教育を受けさせてから、子供が家族を手伝いに行くことを許可するとともに、子供や十代の若者が自分の権利に気付くよう彼らの認識を高めるという措置が取られている。 |
34 | এই বিষয়ে শিশু ও কিশোরদের তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে অবগত করা হয়েছে। | 校正 Ayumi Nakajima |