# | ben | jpn |
---|
1 | বাংলাদেশ: অলিম্পিকে আছি আমরাও | ロンドン:バングラデシュ人にとってメダルにまさる栄誉は |
2 | বিজয় মহান কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর- বলেছিলেন আধুনিক অলিম্পিকের প্রবর্তক ব্যারেন পিয়েরা দ্য কুবার্তা। | この記事は 2012年ロンドン五輪特集 の一環です。 |
3 | আর বাংলাদেশ তাঁর নীতি সার্থক ভাবে অনুসরণ করে চলেছে। | 近代オリンピックの創設者ピエール・ド・クーベルタン男爵は言った。「 |
4 | ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশ গ্রহণ করে আসছে। | 人生においては勝つことでなく努力することが最も重要であるが、それと同じで、オリンピックは、勝つことではなく参加することにこそ意義がある」と。 |
5 | তবে বরাবরের মত এবারও বাংলাদেশীরা আশা করে না যে দেশটি অলিম্পিকে কোন পদক লাভ করবে। | バングラデシュ人は、この言葉通りにしている。 |
6 | বিশ্বের সবচেয়ে মর্যাদার ক্রীড়া আসর অলিম্পিকে এবারো সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। | 南アジアの国バングラデシュは、1984年からオリンピックに参加している。 |
7 | ‘ওয়াইল্ড কার্ড'-এর দাক্ষিণ্য নিয়ে লন্ডন অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশ দল লণ্ডন গিয়েছে। | しかし参加当初と同じで、バングラデシュ人は、オリンピックで同国の選手がメダルを獲得するとは思っていない。 |
8 | ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে বাংলাদেশ পাঁচটি খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছে। | 同国は、世界で最も名誉あるこのスポーツイベントのどの競技にも、自力での参加資格を得ることはできなかった。 |
9 | সেগুলো হলো অ্যাথলেটিক্স, শূটিং, সাতাঁর, জিমন্যাস্টিক্স ও আরচারি। | バングラデシュ選手団が2012年夏のオリンピックに参加するためにロンドンにいられるのは、「ワイルドカード(推薦枠)[bn]」制度のおかげである。 |
10 | চার বছর আগের বেইজিং অলিম্পিকে বাংলাদেশ তিনটি খেলায় অংশ নিয়েছিলো। এবার তার সঙ্গে যোগ হচ্ছে আর্চারি ও জিমন্যাস্টিক্স। | 今回、バングラデシュは5つの競技(陸上、射撃、水泳、体操、アーチェリー)で推薦枠を得た。 |
11 | লন্ডন ২০১২ উদ্বোধনী অনুষ্ঠান। | 4年前の北京オリンピックでは、3つの競技だけにしか参加できなかった。 |
12 | টাওয়ার ব্রীজে আলো ও আতসবাজীর প্রদর্শন। | 2012年ロンドンオリンピックの開会式。 |
13 | ছবি জাকি নর্থের। | タワーブリッジを彩る照明と花火。 |
14 | সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (২৭/৭/২০১২)। | Jaki Northによる写真。 |
15 | বাংলাদেশের প্রায় সবাই জানে যে বাংলাদেশের কেউ কোন ইভেন্টে কোন পদক অর্জন করবে না। | Copyright Demotix (2012/7/27) |
16 | তবে ক্রীড়া কর্মকর্তা এবং খেলোয়াড়দের আশা, অলিম্পিকে তাঁরা তাদের সেরা নৈপুন্য প্রদর্শন করবে। | バングラデシュ人は、同国の選手たちがおそらくメダルを獲得できないことは分かっている。 |
17 | যদি আপনারা ভেবে থাকেন বাংলাদেশের অলিম্পিক সংবাদ এখানে শেষ তাহলে মস্ত বড় ভুল হবে। | しかし、各競技運営団体や選手たちは、オリンピックで最高のパフォーマンスを発揮したいと思っている。 |
18 | অলিম্পিকে বাংলাদেশের আসল চমক খেলার মাঠে নয়, মাঠের বাইরে। | バングラデシュ人がオリンピックで楽しみにしていることが、これだけだと思ったら大間違いだ。 |
19 | কি সেই চমক? | 今年のオリンピックでは、もっと深いところでバングラデシュ人が関わるサプライズがいくつもある。 |
20 | সামহয়ারইন নামক গ্রুপ ব্লগে রেজাউল করিম ফেসবুকে প্রকাশিত একটি লেখা পুন:প্রকাশ করেছেন, যার শিরোনাম “উদ্বোধনের আগেই লন্ডন অলিম্পিক বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান”। | 競技場内だけでなく、競技場外でも! |
21 | এই প্রবন্ধে তিনি জানাচ্ছেন: | それはどんなサプライズかって? |
22 | এবারের অলিম্পিক আয়োজনে বিভিন্নভাবে জড়িয়ে আছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা । রোকসানার হাতে মশাল: | Rezaul Karimは、「開会前に、ロンドンオリンピックはバングラデシュに最高の名誉をもたらしている」というタイトルのFacebookへの最近の投稿を、コミュニティブログSomewherein.netに再投稿した。 |
23 | আট হাজার সৌভাগ্যবান মশালবাহীর হাত হয়ে যুক্তরাজ্যের নানা প্রান্তে ছুটে চলেছে অলিম্পিকের শান্তির মশাল। | 彼は次のように書いている [bn]。 |
24 | যে কেউ চাইলেই অলিম্পিকের ঐতিহ্যবাহী মশাল বাহক হতে পারেন না। | イギリスにいるたくさんのバングラデシュ移民が、今年のオリンピックの開催に関わっている。 |
25 | বাহকের থাকতে হয় বিশেষত্ব। | オリンピック聖火を運んだRukshana |
26 | যুক্তরাজ্যের নানা প্রান্তে আলোচিত নয়জন ব্রিটিশ বাংলাদেশি অলিম্পিক টর্চ বহনে সম্পৃক্ত হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। | 8千人の幸運を得た人々が、イギリスの隅々をめぐってオリンピック聖火をつないだ。 |
27 | এদেরই একজন রোকসানা। | 聖火を運ぶのは限られた人々に違いない。 |
28 | ২১ জুলাই লন্ডনের গ্রিনউইচ এলাকায় অলিম্পিক মশাল হাতে দৌড়াবেন ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়ন বাঙালি তরুণী রোকসানা বেগম। | イギリスにいる9人のバングラデシュ移民が、今年、聖火を運んで歴史を刻んだ。 |
29 | অলিম্পিক স্মারক মুদ্রার নকশাকার সায়মান মিয়া: | Rukshanaはそのうちの1人だった。 |
30 | লন্ডন অলিম্পিক নিয়ে পাঁচ পাউন্ড সমমানের স্মারকমুদ্রা বের করার প্রস্তুতি নেয় ব্রিটিশ মুদ্রা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য রয়েল মিন্ট। | 7月21日に、彼女はオリンピック聖火を持って、グリニッジ地区を走った。 |
31 | স্মারক মুদ্রার নকশার জন্য যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হয় উন্মুক্ত প্রতিযোগিতার। | そのバングラデシュ系イギリス人の若い女性は、イギリスのキックボクシングチャンピオンだ。 |
32 | বিজয়ী হয়ে ব্যাপক আলোচিত হন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি তরুণ সায়মান মিয়া। | オリンピック記念硬貨をデザインしたSaiman Miah |
33 | কয়েক হাজার নকশার মধ্য থেকে নির্বাচিত হয় তাঁর নকশাটি। | 2枚の印象的な5ポンド記念硬貨が、イギリスで硬貨の製造を担う英国王立造幣局によって発行された。 |
34 | সায়মান বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের শিক্ষার্থী। | この硬貨のために同造幣局が選んだのは、イギリス中のアートとデザインを学ぶ学生を対象にしたコンテストで受賞したデザインだ。 |
35 | তাঁর নকশা করা অলিম্পিক ২০১২ সালের স্মারকমুদ্রাটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। | バングラデシュ系イギリス人Saiman Miahの作品は、数千の応募作の中から選ばれた。 |
36 | সৌগত প্রিয়ম, উদ্বোধনী অনুষ্ঠানে খুদে শিল্পীদের একজন: | Saimanはバーミンガム大学で建築を学ぶ学生だ。 |
37 | নয় বছর বয়সের চঞ্চলপ্রাণ সৌগত প্রিয়ম, যাকে অলিম্পিকের বিশালত্ব বোঝাতেই পারছেন না তার মা মিনাক্ষী দাশ। | この2012年ロンドンオリンピック記念硬貨は、世界中の愛好家がすでに手に入れている。 |
38 | এ নিয়ে কথা হয় প্রিয়মের সঙ্গে। | 開会式の児童パフォーマンスに出演したSougata Priyam |
39 | সে বলে, ‘আমাদের স্কুল থেকে ৩০ জন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছি। | Sougata Priyamは9歳の陽気な少年だ。 |
40 | অনেক বন্ধু বেড়ে গেছে, তাই রিহার্সেল করতে ভালো লাগছে ।' | 母親のMinkashi Dasから聞かされたオリンピックのすごさを、まだ理解できない。 |
41 | আত্মবিশ্বাস নিয়ে বলল, ‘নিজের ইচ্ছামতো কিছু করতে পারলে আরও ভালো লাগত । | Sougataは「僕の学校から30人の生徒がオリンピック開会式に参加するんだ。 |
42 | উজ্জ্বল আয়েশা: ২০০৫ সালের ৬ জুলাই। | 今は友達が増えて、リハーサルに参加するのが楽しい。 |
43 | সিঙ্গাপুরে আন্তর্জাতিক অলিম্পিক আয়োজক কমিটির সভা - কে হবে ২০১২ সালের অলিম্পিক আয়োজক? | でも、好きなことを何かやっている方が面白いんだけどね」と自信たっぷりに言った。 |
44 | সেই ফয়সালা হবে এই সভাতেই। | 聡明なAyesha Qureshi |
45 | শেষ লড়াইটা লন্ডন আর প্যারিসের মধ্যে। | 2005年7月6日のことだった。 |
46 | যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। লন্ডনের ১১ জনের প্রতিনিধিদলে আছেন বাঙালি নারী আয়েশা কোরেশী। | オリンピック組織委員会(OCOGs)は、2012年のオリンピックを開催する都市を決めるため、シンガポールで国際オリンピック委員会総会を開いた。 |
47 | পিনপতন নীরবতা ভেঙে হঠাৎ মিলনায়তনে ঢুকে পড়ল ৩৩ জন শিশু-কিশোর, যাদের পূর্বপুরুষের শিকড় পৃথিবীর নানা প্রান্তের ৩৩টি দেশ। | 緊迫した決選投票は、ロンドンとパリの間で争われた。 |
48 | বহুজাতি, নানা ভাষাভাষীর মানুষের শহর লন্ডনের জাতিগত বৈচিত্র্য তুলে ধরতেই তাদের নিয়ে আসা। | 11名からなるイギリスのロンドンオリンピック招致委員の中に、Ayesha Qureshiという名のベンガル系イギリス人がいた。 |
49 | এ ব্যাপারটা বেশ নাড়া দিল সভার অতিথিদের। | 針一本落ちても聞こえるような静けさを破って、33人の子供たちがステージに登場した。 |
50 | আর এরই সুবাদে শেষতক চতুর্থ রাউন্ডে চার ভোট বেশি পেয়ে বিজয়ীর হাসি হাসে লন্ডন। | 彼らが注目を浴びたのは、皆イギリス人でありながら、ひとり一人の祖先は世界の33の異なる国々にルーツを持つからだ。 |
51 | আর এই ৩৩টি দেশের ৩৩ জন শিশু-কিশোরকে হঠাৎ সভায় উপস্থাপন করার আইডিয়া বিবিসির কমিউনিটি বিভাগের আয়েশা কোরেশীর। | 彼らが気付かせてくれたのは、ロンドンという多文化で様々な言語が話される都市の真の姿と多様性だった。 |
52 | সবারব্লগ জানাচ্ছে আরেকজন বাঙ্গালীর কথা যিনি তাঁর নৃত্য দিয়ে অলিম্পিক মাতাবেন। | このパフォーマンスで同総会に参加した委員に印象づけ、ロンドンは決戦投票でパリよりも4票多く票を集めて、開催地決定に歓喜の声をあげた。 |
53 | এবার জানা গেল বাংলাদেশের আরেক প্রাপ্তির কথা। | それぞれ異なる国をルーツに持つ33人の子供を紹介することは、Qureshiのアイディアだった。 |
54 | যা এনে দিলেন বৃটিশ বংশোদ্ভূত বাংলাদেশী ছেলে আকরাম খান। | Sobarブログでは、もう1人のベンガル人を紹介した [bn]。 |
55 | যার ঈশারায় এখন নাচবে বিশ্বের সব খ্যাতনামা তারকারা। | 彼はダンスパフォーマンスでオリンピック開会式に魔法をかけることになる。 |
56 | অলিম্পিক আসরের কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন তিনি। | バングラデシュ系イギリス人であるAkram Khanは、オリンピック開会式の振付師だ。 |
57 | প্রবাসী বাংলাদেশি বাবা-মায়ের সন্তান আকরাম খান। | 彼の両親はバングラデシュからの移民である。 |
58 | তার নির্দেশনাতেই ২৭ জুলাইয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ১২ হাজার কলাকুশলী। | 彼の振付で、1万2千人のダンサーがオリンピック開会式で踊りを披露した。 |
59 | অলিম্পিকের খাবারে থাকবে বাংলার স্বাদ। | オリンピック期間中、バングラデシュ料理を味わうこともできる。 |
60 | সিলেটেরআলাপ নামক নেট পত্রিকা জানাচ্ছে: | オンライン新聞Sylherter Alapには次のような記事が掲載されている [bn]。 |
61 | অলিম্পিকে খাবার সরবরাহকারীর তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট লি রাজ। | 賞を獲得したシェフであり、レストランオーナーでもあるEnam Aliの「Le Raj」は、ロンドンオリンピックの公式レストランのひとつとして選ばれた。「 |
62 | সারের এপসমে অবস্থিত লি রাজ বৃটেনের জনপ্রিয় কারি ডিশ সরবরাহের পাশাপাশি অলিম্পিকে আসা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমান অতিধিদের উপযোগী প্রিয় ইফতার আইটেম প্রস্তুত ও সরবরাহ করবে। | Le Raj」はサリー州エプソムダウンズにある人気のレストランで、カレーを出す。 |
63 | লি রাজ অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী উর্ধ্বতন কর্মকর্তা, সরকার প্রধান, মন্ত্রী, সাংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খাবার সরবরাহ করবে। | カレーの他には、オリンピックを観戦するイスラム教徒のためにイフタール(イスラム教徒が、ラマダンという断食月の期間に日中の断食を破る食事)を作って提供する。 |
64 | [..] এশিয়ার বিভিন্ন দেশের খাবার সরবরাহের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলো অতিথিদের নিকট পরিবেশন করা হবে। | 「Le Raj」では、選手だけでなく政府高官や各国首脳、大臣、国会議員、要人にも料理を提供する。 |
65 | কেবল মাঠের বাইরে নয়, মাঠেও থাকবে বাংলাদেশের উপস্থিতি। | バングラデシュ人に人気の料理に加えて、他のアジア諸国の料理のメニューもそろえている。 |
66 | খেলোয়াড়দের ঘামের সাথে মিশে। | 競技場の外だけでなく中にも、バングラデシュ人の気風は行き届くことになる。 |
67 | কি ভাবে? | そして、たくさんの選手の汗とひとつになる。 |
68 | ইন্টারনেট ভিত্তিক আরেকটি পত্রিকা বিডিনিউজ জানাচ্ছে অলিম্পিক গেমসে প্রধান পোশাক সরবরাহকারী হচ্ছে বাংলাদেশ। | 今回のオリンピックでは、選手用ユニフォームの主要生産国のひとつがバングラデシュであると、Bdnews [bn] は伝えた。 |
69 | খেলার সামগ্রী এবং পোশাক তৈরিকারী বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস, পুমা এবং নাইক এবারের অলিম্পিকের মূল পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। | アディダスやプーマ、ナイキのような、人気のあるスポーツ用品メーカーが、ロンドンオリンピックにたくさんのユニフォームを提供する。 |
70 | যারা বাংলাদেশ, ভারত, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ায় তাদের সাপ্লায়ার ফ্যাক্টরি থেকে পোশাক তৈরি করাচ্ছে। | これらの企業は、バングラデシュやインド、スリランカ、インドネシアなどの国で、彼らのユニフォームを生産している。 |
71 | তবে, এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশের নাম। | しかしバングラデシュは、この業界で他国を上回っている。 |
72 | অলিম্পিক গেমসের অফিসিয়াল পোশাক সরবরাহকারী অ্যাডিডাস স্পনসর করছে বৃটিশ টিমের পোশাক। | 今回のオリンピックで公式ユニフォームを提供する企業のひとつであるアディダスは、イギリスチームのユニフォームスポンサーでもある。 |
73 | অন্যদিকে নাইক দায়িত্ব নিয়েছে আমেরিকা, চীন, জার্মান এবং রাশিয়ার টিমের পোশাক তৈরি। | 一方、ナイキはアメリカ、中国、ドイツ、ロシアチームのスポンサーである。 |
74 | আর জ্যামাইকান স্পোর্টস স্টার উসাইন বোল্টের পোশাকসহ আরো কয়েকটি দেশের পোশাক তৈরি করছে পুমা। | 他の多くの国々のためにユニフォームを作るのに加えて、プーマはスター選手ウサイン・ボルトのスポンサーでもある。 彼が身につける衣服の多くは、バングラデシュ人労働者によってダッカの工場で作られたものだ。 |
75 | এবং সেইসব পোশাকের তৈরি হচ্ছে বাংলাদেশী শ্রমিকদের হাতেই”। | そういうわけで、メダル獲得数でバングラデシュを探す人がいたとしても、がっかりするかもしれない。 |
76 | কেউ যদি পদক তালিকায় বাংলাদেশের নাম খোঁজে তাহলে সে হতাশ হবে বটে কিন্তু যদি কেউ অলিম্পিক গেমসকে সুন্দর করার তালিকায় এদেশের নামটি খোঁজে, তাহলে দেখবে সেখানে জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। | しかし、オリンピックを成功させようとする人々を探したいのなら、バングラデシュという名はそこで光り輝くだろう。 翻訳の校正はYuko Aoyagiが担当しました。 |