# | ben | jpn |
---|
1 | লোডশেডিং! | 明かりが消えた! |
2 | বিশ্বের অনেক শহরের বিদ্যুৎ সমস্যা এখন নিত্যদিনের একটি অংশ | 世界中の多くの都市で停電は日常茶飯事 |
3 | দক্ষিণ তানজানিয়ার নিজম্বি এলাকার একটি জন্মদিনের আয়োজন। | タンザニア南部ンジョンベ州のある村の誕生パーティー。 |
4 | এ গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তেমন উন্নত নয়। ছবি: পারনিল বেরেন্ডটসেন, তাঁর অনুমতিক্রমে ব্যবহৃত | この村の電力事情は不安定だ 撮影:ペニーラ・ ベランクセン 掲載許可済み |
5 | এ গল্পগুলো একসঙ্গে যুক্ত করা এবং সম্পাদনা করেছেন জর্জিয়া পোপেলওয়েল, এলেরি রবার্টস বিডল, এবং গ্লোবাল ভয়েসস কমিউনিটি. | この記事は、ジョージア・ポップルウエル、エラリー・ロバーツ・ビッドル、およびグローバル・ボイス メンバーにより編集された。 |
6 | উন্নত দেশগুলোর জন্য বিদ্যুৎ সমস্যা বিশেষ করে বড় আকারের লোডশেডিং সমস্যা খুবই নগন্য। | 先進国の大都市で停電が起こるのは、まれである。 |
7 | বিশেষ করে উন্নত দেশগুলোর মধ্যে ১৯৬৫ সালে ১৩ ঘন্টার জন্য নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ সমস্যা ছিলো যে ঘটনা নিয়ে হলিউডে তৈরি হয়েছে সিনেমা। | ニューヨークで1965年に13時間にわたる停電が発生したときは、ハリウッドでこの停電を主題にした映画が制作されるほどだった。 |
8 | এবং আজ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও, ইয়েমেনের বিমান ধর্মঘট, সিয়েরা লিউনে ইবোলা সম্পর্কিত লক-ডাউন এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা বিষয়ক নীতিমালা ইত্যাদি বিষয়গুলো আমস্টারডামের বিদ্যুৎ বিভ্রাটের কারনে ৩০ সেকেন্ড দেরিতে হয়েছে। | 米国のナショナル・パブリック・ラジオ(NPR)は、今朝のニュース番組でイエメンの空爆、シエラレオネのエボラ出血熱による外出禁止令、および米国の医療政策を取り上げるとともに、アムステルダムで今日起きた停電については、30秒の時間を割いて報じた。 |
9 | এনপিআর এবং আমস্টারডামের তথ্য অনুযায়ী এ সমস্যাটি ৯০ মিনিট স্থায়ী হয়েছে যার ফলে ইউরোপের চতুর্থ বড় বিমানবন্দরের বিমান উঠানামার কাজগুলো অন্য বিমানবন্দরে করতে হয়েছে। | アムステルダムの90分間に及ぶ停電により、ヨーロッパ第4の規模を持つアムステルダム空港への着陸を回避せざるを得なくなったという大混乱が生じた。 NPRがこういったことを報道したことも、アムステルダム空港のとった措置も妥当なことといえる。 |
10 | কিন্তু বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিংয়ের ঘটনা অহরহ ঘটছে যা অনেকটা “ডগ বাইটস ম্যান” ক্যাটাগরির মতো। | しかし、世界の多くの国において停電は、「ごくありふれたこと」でありニュースとして取り上げられることはほとんどない。 |
11 | তাদের অবস্থা এমন যে, বিদ্যুৎতের এমন সমস্যার মধ্য দিয়েই তাদের প্রতিদিনের জীবন পরিচালিত হচ্ছে। | 停電は、頻繁に起こることなので人々はそれに順応しながら日々の生活を送っている。 明かりが消える。 |
12 | অবস্থা এমন হয় যে, বিদ্যুৎ চলে গেছে, পানির তোলার মেশিন বন্ধ হয়ে গেছে, তাপমাত্রা এমন ভাবে বেড়েই চলছে যে টেকা মুশকিল। | 水道ポンプが止まる。 空調が効かなくなる。 |
13 | এবং অবস্থাটা এমন হয় যে, হয় ইউক্রেনের মতো ঠাণ্ডায় জমে যেতে হয় না হয় অথবা বাংলাদেশের মতো উত্তপ্ত গরমে ফুটন্ত হয়ে যেতে হয় এবং ইন্টারনেট রাউটারও কাজ বন্ধ করে দেয় এমন অবস্থায়। | こういったことが頻発する所に住む人たちにとっては、インターネットのルーターが動かなくなるといったことも常に念頭に置いておかなければならない。 その居住地がウクライナの酷寒の地であれ、バングラデシュの猛暑の地であれ条件は同じだ。 |
14 | আমস্টারডামের এ গল্পের বিষয়ে, গ্লোবাল ভয়েসেস কমিউনিটি সদস্যরা বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং বিষয়ে তাদের দেশের অবস্থা নিয়ে মতামত (এবং কিছু মজার ঘটনা) দিয়েছে। | アムステルダムの停電を切っ掛けに、グローバル・ボイスのメンバーたちがそれぞれの国の電力事情にまつわる話を、時々笑いを交えながら紹介しあった。 |
15 | এর মধ্যে প্রায় অর্ধেকই অভিযোগ করেছে এ আলোচনা চলাকালীন ৪৮ ঘন্টার মধ্যেই তারা লোডশেডিং সমস্যা পড়েছে। | これに参加したメンバーの半数以上は、情報を交換し合っている48時間の間に停電を体験した。 |
16 | মিশরের একজন লেখক যিনি মিনায়া, মিশর থেকে লিখেছেন, ‘আমরা কিছুক্ষনের মধ্যেই ফেরত আসছি' বলে একটি বার্তা এসেছে অনেকক্ষণ আগে যখন লোডশেডিং চলছিল। | エジプト在住のグローバル・ボイスのライターは、このメッセージが届いたとき彼の住んでいるミニヤーの町は停電中だということを、皮肉を込めて「今、ちょうど停電中だ。 |
17 | তিনি লিখেছেন, ‘বার্তাটি পেয়ে আমি বসে আছি অন্ধকারে অনেক সময় ধরে, এটা আসলে মজার অভিজ্ঞতা।” | 暗闇の中に座っているので、本当に面白いよ」と記した。 |
18 | রাইজিং ভয়েসের পরিচালক এডি অ্যাভিলা, পুরো এ বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি মানচিত্রের সাহায্যে তুলে ধরার চেষ্টা করেছেন। | ライジングボイス管理者、エディー・アビラが作成した上記の地図は、世界各地から寄せられたコメントの発信地を網羅したものである。 |
19 | এর মধ্যে কয়েকটি ঘটনার সারসংক্ষেপ: | この中のいくつかを紹介しよう。 |
20 | কয়লার সাহায্যে চলা ইস্ত্রি করার সুবিধাটি দক্ষিণ তানজানিয়া বেশ জনপ্রিয়। | タンザニア南部地方:炭火アイロンで衣類をプレス。 |
21 | এটি বিদ্যুতের সাহায্য ছাড়া কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে বেশ সহজ। ছবি: পারনিল বেরেন্ডটসেন। | このほうが電気アイロンより安くて信頼性もある 撮影:ペニーラ・ベランクセン |
22 | রেজওয়ান, দক্ষিণ এশিয়া সম্পাদক স্থান: ঢাকা, বাংলাদেশ জনসংখ্যা: এক কোটি ৫০ লাখ সর্বশেষ বিদ্যুৎ সমস্যা: আজ বিকেল ৩টায় বাংলাদেশ সময় (৪. ৫ ঘন্টা আগে) বিদ্যুৎ সমস্যা কেমন হয়: দিনে একাধিকবার অথবা সপ্তাহে কয়েক বার নিত্যদিনের দিনযাপনে কি সমস্যা হচ্ছে: “তীব্র গরম আবহাওয়ায় ঘরে থাকা অসম্ভব ব্যাপার।” | レズワン、南アジア担当編集者 在住地:バングラデシュ、ダッカ 人口:1500万人 最近の停電:バングラデシュ時間今日午後3時(約4時間半前) 停電頻度:週に2回かそれ以上 日常生活への影響: 「高温のため、屋内での生活は耐え難い」 |
23 | নিহান গুনেলি, লেখক স্থান: ইস্তানবুল, তুরস্ক জনসংখ্যা: এক কোটি ৮০ লাখ+ সর্বশেষ বিদ্যুৎ সমস্যা: গতকাল বিদ্যুৎ সমস্যা কেমন হয়: প্রায় প্রতিদিন নিত্যদিনের দিনযাপনে কি সমস্যা হচ্ছে: “যদি আপনার নিজস্ব জেনারেটর সুবিধা না থাকে, তাহলে কাজ করা মুশকিল।” | ニハン・グネリ、ライター 在住地:トルコ、イスタンブール 人口:1800万人余 最近の停電:昨日 停電頻度:ほぼ毎日 日常生活への影響: 「発電機がなければ、まず仕事はできない」 |
24 | ইসলাম সাঈদ আবদুল ওয়াহাব, লেখক স্থান: মিনায়া, মিশর জনসংখ্যা: ৪০ লাখ সর্বশেষ বিদ্যুৎ সমস্যা: আজ - আমরা এ সমস্যার মধ্যেই চলছি। বিদ্যুৎ সমস্যা কেমন হয়: প্রতিদিন ২-৩ ঘন্টা নিত্যদিনের দিনযাপনে কি সমস্যা হচ্ছে: “আমরা পানি সমস্যায় পড়ে যাই, কারণ এখানকার বেশির ভাগ বাড়ি এবং অ্যাপার্টমেন্ট পানির মেশিনের সাহায্যে পানি পাওয়ার উপর নির্ভরশীল। | イスラム・サイード・アブドゥル・ワハブ、ライター 在住地:エジプト、ミニヤー 人口:400万人 最近の停電:今日(現在停電中) 停電頻度:一日に2~3時間 日常生活への影響: 「こちらでは、ほとんどの家屋およびアパートが水道ポンプで水を引いているので水にも不自由している。 |
25 | এছাড়া মোবাইল নেটওয়ার্ক এবং অনেক সময় হাসপাতালের কর্মকাণ্ডও বিদ্যুৎ সমস্যার মধ্যে পড়ে যায়।” | 携帯もよく電波がつながらなくなるし、病院への電気供給もストップしてしまう」 道端の屋台で冷たい飲み物を売っている。 |
26 | জিনজা, উগান্ডায় রাস্তার পাশে একটি দোকানে ঠান্ডা পানি বিক্রি হচ্ছে। | ウガンダ、ジンジャにて。 |
27 | এটা পূর্ব আফ্রিকার একটা সমস্যা, যেখানে সাধারণ মানুষ নিয়মিত ভাবে বিদ্যুৎ কিংবা পানি ঠান্ডার করার রেফ্রিজারেটর সুবিধা পায় না। | こういった光景は、アフリカ東部でよくみられる。 一定した電気が得られず冷蔵もできないからである 撮影:ペニーラ・べランクセン |
28 | | アニー・ザーマン、 ライター 在住地:パキスタン、ファイサラバード 人口:300万人~400万人 最近の停電:今日、午後5時15分 停電頻度:半日、点いたり消えたりしている 日常生活への影響: 「水道からカメラの充電や携帯電話の充電まであらゆる面に影響が出ている。 |
29 | ছবি: পারনিল বেরেন্ডটসেন | 家計に余裕のある家庭は無停電電源装置かガソリンまたは天然ガス発電機を使用している。 |
30 | অ্যানি জামান, লেখক | この機械による騒音公害が発生している。( |
31 | স্থান: ফয়সালাবাদ, পাকিস্তান | パキスタンに帰国してから)大声でしゃべるようになったと思う」 |
32 | জনসংখ্যা: ৩০-৪০ লাখ সর্বশেষ বিদ্যুৎ সমস্যা: আজ ৫:১৫ মিনিট বিদ্যুৎ সমস্যা কেমন হয়: প্রতি ১২ ঘন্টায় একবার নিত্যদিনের দিনযাপনে কি সমস্যা হচ্ছে: “এটা পানি সরবরাহ থেকে শুরু করে ক্যামেরা কিংবা মোবাইল চার্জ দেয়ার ক্ষেত্রেও সমস্যা করছে। এছাড়া যেসব পরিবার ইউপিএস অথবা তেলচালিত জেনারেটর ব্যবহার করছে সেগুলো বাড়তি শব্দ করছে এবং উচ্চ শব্দে সমস্যা হচ্ছে। | マリー・ボネ、ライター 在住地:フランス、ストラスブール 人口:276,750人 最近の停電:「最近の「大」停電(「大」と言っても、当地のメディアでは小物扱いにされる)は、2014年9月にストラスブールの一部の限られた地区で起こったように思う。 |
33 | আমি ইতিমধ্যে ভাবছি এ নিয়ে আমি কথা বলা শুরু করবো।” | 停電は3分間続いたが、大抵の建物は停電に備えて自家発電装置を備えているので、大した影響はなかった。 |
34 | ম্যারি বোহনার, লেখক স্থান: স্ট্রাসবার্গ, ফ্রান্স জনসংখ্যা: ২৭৬,৭৫০ সর্বশেষ বিদ্যুৎ সমস্যা: ” ২০১৪ সালের সেপ্টেম্বরে স্ট্রাসবার্গে সবচেয়ে বড় বিদ্যুৎ সমস্যা হয়েছে। | 私が記憶している限りではストラスブールで停電で苦労したことはないと言ってよい 停電頻度:ほとんど発生しない 日常生活への影響: 「ストラスブールでは、停電で多少なりとも影響が生じたことはないといえる」 |
35 | তবে সেটি মাত্র ৩ মিনিট হয়েছে এবং এটা বড় কোন সমস্যা তৈরি করেনি। | 書き込みをした人のほとんどすべてが、技術革新および日常業務への影響、予備発電装置の維持費用、および毎日使う水の貯留や加熱に伴う止むことのない苦労などについて嘆いていた。 |
36 | আমার স্মরণ অনুযায়ী আমি কখনোই স্ট্রাসবার্গে বড় ধরনের বিদ্যুৎ সমস্যা হতে দেখিনি।” | ベイルート在住で、グローバル・ボイスのライター・翻訳者のサリア・ラフメは下記のように記している。 |
37 | বিদ্যুৎ সমস্যা কেমন হয়: কখনোই হয়নি নিত্যদিনের দিনযাপনে কি সমস্যা হচ্ছে: ” আমি কোন ভাবেই স্ট্রাসবার্গে বিদ্যুৎ সমস্যায় কখনোই পড়িনি। “ | 私はレバノン人ですが、停電のなかった日を思い出すことはできません。 レバノンでは皆、電気料金を2倍払っています。 |
38 | এর মধ্যে বেশির ভাগই লিখেছেন, এ সমস্যাটি প্রযুক্তি এবং কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে, এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করাটাও বেশ ব্যায়বহুল এবং প্রতিদিনের কাজের জন্য পানি পাওয়াটা খুবই সমস্যার হয়। | 最初に、国家に納め、次に発電機のために支出します。 電気料金は、5アンペアごとに支払うことになっています。 |
39 | বৈরুতে বসবাসকারী লেখক এবং অনুবাদক থালিয়া রাহমে, লিখেছেন, | 5アンペアで契約した場合でも、支払いだけで最大100ドルにもなります。 |
40 | একজন লেবানিজ ব্যক্তি হিসেবে, বিদ্যুৎ সমস্যায় একদিনও পড়িনি এমন দিন মনে আসছে না। | 金持ちの人たちは幸運です。 |
41 | সকল লেবানিজ বিদ্যুৎতের জন্য দুইবার অর্থ প্রদান করে। | 彼らは10アンペアかそれ以上の電気料金を支払うことができるからです。 |
42 | প্রথম, বিদ্যুৎ বিল দিতে হয় কর্তৃপক্ষকে এবং দ্বিতীয় বিল দিতে হয় জেনারেটর পরিচালনাকারীদের। | 夏季には、5アンペアでは、ほんの少しの明かりをつけ、冷蔵庫を動かし食べ物が腐らないようにするのが精一杯です。 |
43 | আমরা প্রতি ৫ অ্যাম্পিয়ারের জন্য অর্থ দেই। | お湯の出るシャワーなど考えられません。 |
44 | আর এ ৫ অ্যাম্পিয়ারের জন্য আমাদের খরচ হয় ১০০ ডলার। | 夏の真夜中に停電になり、エアコンをつけることができなくなってしまった時のことを想像してみてください。 |
45 | ভাগ্যবান সেইসব ধনী ব্যক্তিরা যারা, ১০ অ্যাম্পিয়ার কিংবা তার চেয়েও বেশি নেয়ার সমর্থ রাখে। | 発電機の使用時間がある一定数に達すると、発電機設備業者は発電機を使えなくしてしまいます。 |
46 | গরমের সময়, ৫ অ্যাম্পিয়ারই কয়েকটি বাতি জ্বালানো, রেফ্রিজারেটর চালানো যায়, যার ফলে খাবার নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। | 蚊、吹き出る汗、不眠。 |
47 | গোসল করার জন্য গরম পানির কথা তো ভাবাই যায় না! | なんとロマンチックな夜だこと。 |
48 | চিন্তা করুন গরমের সময় গভীর রাতে বিদ্যুৎ নেই এবং আপনি চাইলেও এসি চালাতে পারছেন না। | そしてもちろん、停電はベイルートでも毎日起こります。 |
49 | এরপর একটা নির্দিষ্ট সময় পর যখন জেনারেটরও আর বিদ্যুৎ সুবিধা দিতে পারছে না তখন মশা, ঘুমের অসুবিধাসহ আরো অনেক ঝামেলা শুরু হয় - বিষয়টা সত্যিই বেশ রোমান্টিক! | 停電の時間帯は、ある程度予測もできます。 予測に基づいてアイロンかけやシャワーの時間を決めるのです。 |
50 | এবং হ্যাঁ, এটা বৈরুতে প্রতিদিনই হয়। | 今、6時15分です。 |
51 | তবে বিদ্যুৎ থাকা না থাকার সময়টা হয়তো এদিক-ওদিক হয় কিছুটা। | ちょうど今、停電になりました。 |
52 | আমরা সে অনুযায়ী প্রস্তুত থাকার চেষ্টা করি কখন কাপড় ইস্ত্রি করা হবে আর কখন গোসল করা হবে। | 当地での生活の様子を垣間見てもらいましたが、水不足に関して言えば、旅行していて私が一番好きなのは、ホテルのシャワーです。 |
53 | এখন সময় ৬:১৫, আর একটু পরেই বিদ্যুৎ চলে যাবে। | ホテルに滞在してるときだけは、この家の中にはシャワーを浴びる必要がある人たちが他にもいるんだと、私に向かって怒鳴る人はいないのです。 |
54 | এটাই আসলে আমাদের জীবনের গল্প। | 私はボリュームがありカールした髪を持っていますが、突然お湯が出なくなったために叫ぶことなしに、好きなだけお湯を流し続けることができます。 |
55 | চাইলে এখানে পানি সমস্যার কথাটিও তুলে ধরা যায়। | グローバル・ボイス・ルーネット・エコーの編集者タニヤ・ロコットは、1990年代のウクライナ、ルハーンシクの彼女の故郷で日常的に体験した停電について記している。 |
56 | আমি প্রায়ই সময় গোসল করার জন্য হোটেলে চলে যাই। | 「輪番停電」と呼ばれる計画停電がありました。 |
57 | আমরা এটা প্রয়োজন হয় কারণ আমার চুলের কারণে। | 時間を区切って、停電する地区を割り振っていくのです。 |
58 | চুল নিয়মিত গরম পানিতে পরিস্কার না করলে আমার সমস্যা হয়ে যায়। | そのため、町のそれぞれ異なった地域が異なった時間に数時間ずつ停電するのです。 |
59 | কিন্তু অন্যান্য বাসিন্দাদের এ সমস্যাটি নিয়েই চলতে হয়। | 順番に電力供給を止めることで、市内の電力負荷を平準化するのです。 |
60 | গ্লোবাল ভয়েসের রুনেট ইকো সম্পাদক তানিয়া লোকোট, ১৯৯০ সালে লুহান্সক, ইউক্রেনের বিদ্যুৎ সমস্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেন: | 市民は、夜の何時に停電するかを常に把握して、料理、洗濯、学校の宿題などが滞りなくできるよう備えておくのです。 |
61 | বিদ্যুৎ সমস্যার বিষয়টি এখানে অনেকটা ‘মজার হরতাল'র মতো, কারণ এ কাজটি পুরো শহরের একাধিক বার হয়। | エアコンは誰も持っていなかったので、問題にはなりませんでした(^-^)。 |
62 | যার ফলে আমার শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভিন্ন সময়ে আসে যায়। | ジャーナリストとして東アフリカで数年働いたことのあるデンマークの記者ペニーラ・ベランクセンは、ダルエスサラームで起きた停電を思い起こしている。 |
63 | যার ফলে আমরা বুঝতে পারি এক এলাকায় বিদ্যুৎ চলে গেলে অন্য এলাকায় বিদ্যুৎ থাকবে। | タンザニアでは、今とはまるで異なった生活の仕方をしていたものです。 |
64 | সে অনুযায়ী আমরা তৈরি থাকি রান্না, কাপড় পরিস্কার, বিদ্যালয়ের কাজ ইত্যাদি করার বিষয়গুলোর ক্ষেত্রে। | 夕刻、仕事が終わり、ダルエスサラームで自宅近くの脇道を通りながら、電気はちゃんと来ているだろうか、とあらゆる証拠を探したものです。 |
65 | এক্ষেত্রে এসি আমাদের জন্য বড় বিষয় নয় কারণ এসি কারোরই নেই | 発電機の唸(うな)りが聞こえるだろうか。 |
66 | পারনিল বেরেন্ডটসেন, ডেনমার্কের একজন লেখক যিনি সাংবাদিক হিসেবে পূর্ব আফ্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন, তিনি দার-এস-সালামের বিদ্যুৎ সমস্যা নিয়ে লিখেছেন: | 小さな店に石油ランプがともっているだろうか。 |
67 | তানজানিয়ায় আমি আমার দিনটি পার করেছি ভিন্ন ভাবে। | それとも、ちゃんと電気が通っているだろうか。 |
68 | কাজের দিনের শেষে, আমার মনে আছে, সন্ধ্যায় যখন দার-এস-সালামে আমি যাই দেখি বিদ্যুৎ সমস্যার চূড়ান্ত নানা বিষয়। | タンザニアでは誰もが停電に大きな関心を寄せていました。 |
69 | ছোট ছোট দোকানগুলো চলছে জেনারেটরের সাহায্যে। | ソーシャルメディアでも、電気に絡んだ汚職事件などがしばしば大々的に取り上げられていました。 |
70 | বিদ্যুৎ সমস্যা তানজানিয়া বেশ প্রকট - যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সবচেয়ে আলোচিত এক বিষয়। | ナイジェリア、イバダン在住のグローバルボイス寄稿者・ライター、ウォッチャクー・エグブニケは、この記事を締めくくるにあたって、下記のような感想を述べている。 |
71 | ইবাদান, নাইজেরিয়ার গ্লোবাল ভয়েসের লেখক ও প্রদায়ক নোয়াচুকু ইগবুনিকি, শেষ করেছেন এভাবে: | 正直言って、この記事を読んで笑いが止まらなかった。 私が生まれたときは、ナイジェリアでは停電があたりまえだった。 |
72 | সত্যি বলতে কি, আমি এ বিষয়টি পড়ে হেসে ফেলেছি! | そんな状態が今も続いている。 |
73 | আমার জন্মের পর থেকেই নাইজেরিয়ায় এ সমস্যা চলছে এবং তা এখনও বহাল আছে। | 私は、電気が24時間滞りなく通じるようになるのを見ることなく死んでしまうだろう。 |
74 | আমার মনে হয়, আমি মারা গেলেও এখানে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া যাবে না। | 校正:Takako Nose |