Sentence alignment for gv-ben-20140614-43635.xml (html) - gv-jpn-20140708-29714.xml (html)

#benjpn
1মাইক্রোসফট পেশাদার সনদ প্রাপ্ত প্রথম জাম্বিয়ান বংশোদ্ভূত শিক্ষার্থীザンビア出身の15歳少年、学生として初めてマイクロソフト認定プロフェッショナルに
2জাম্বিয়ান বংশোদ্ভূত কিন্তু যুক্তরাজ্যে বসবাসরত পনের বছর বয়সী স্যামকেলিসো কিমবিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিশ্বে এক গুঞ্জন সৃষ্টি করেছেন। এ গুঞ্জনের কারন, তিনি ইউরোপে মাইক্রোসফট যোগ্যতা সম্পন্ন সবচেয়ে কম বয়সী একজন পেশাদার হিসেবে নির্বাচিত হয়েছেন।ザンビア出身でイギリス在住の15歳、サムケリソ・キンビニ(Samkeliso Kimbinyi)が、マイクロソフト認定プロフェッショナル(MCP)のヨーロッパ最年少に仲間入りしたことで、情報通信技術(ICT)の世界で話題となっている。
3সবার কাছে স্যাম নামে পরিচিত এই তরুণ বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজে (ইউটিসি) ১০ম বর্ষে (উচ্চ বিদ্যালয় পর্যায়ে) পড়াশুনা করছেন। কলেজটি লন্ডনের একেবারে পাশের একটি শহরে অবস্থিত।このティーンエージャー、通称「サム」は、ロンドン近郊の町レディングの工業高等専門学校(UTC) の10年生(高校レベル)。
4তিনি বর্তমানে মাইক্রোসফট সনদপ্রাপ্ত একজন পেশাদার।
5তাঁর মাইক্রোসফট প্রযুক্তিগত সহযোগীর (এমটিএ) সনদপত্র রয়েছে। সফটওয়্যার ফান্ডামেন্টালস, উইন্ডোজ ডেভেলপমেন্ট ফান্ডামেন্টালস এবং ওএস (অপারেটিং সিস্টেম) ফান্ডামেন্টালস সহ সাতটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তাঁর দক্ষতা রয়েছে।現在、サムはマイクロソフト認定プロフェッショナルで、かつ、ソフトウェア、ウィンドウズ開発、OS(オペレーティングシステム)の基本事項を含む7分野でのマイクロソフトテクノロジーアソシエート(MTA)の有資格者でもある。
6কিমবিনি “উইন্ডোজ ফোনের জন্য লাইট” নামে একটি এ্যাপও তৈরি করেছেন। এ্যাপটি তৈরি করার জন্য তিনি এ পর্যন্ত যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছেন।キンビニはWindows PhoneのアプリLite(訳注:懐中電灯が点けられる)も開発。
7স্যাম কিমবিনি।これまでのところ好評を博している。
8ছবিটি তাঁর টুইটার একাউন্ট থেকে নেওয়া হয়েছে।サム・キンビニ、本人のツイッタープロフィールより
9গ্লোবাল ভয়েসেস অনলাইন ইমেইল বার্তার মাধ্যমে স্যামের সাথে কথা বলেছে।グローバル・ボイス・オンラインはEメールでサムに連絡をとり、彼の成功について直に話を聞く 事ができた。
10গ্লোবাল ভয়েসেসই সর্ব প্রথম তাঁর অর্জন সম্পর্কে জানতে পেরেছেঃ今年3月、ヨーロッパ出張の一環で1日だけイギリスに滞在したマイクロソフトのシアトルオフィスのスタッフと会う機会があったんだ。
11এ বছরের মার্চ মাসে সিয়াটলে অবস্থিত মাইক্রোসফট অফিসের একজন কর্মীর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। তখন তাদের ইউরোপিয়ান সফরের একটি অংশ হিসেবে তিনি এক দিনের জন্য যুক্তরাজ্যে এসেছিলেন।それが「ラーニング・エクスペリエンス」チームのメンバーで、シニアディレクターのティム・スニース、アカデミック・プログラムディレクターのキース・レーバー、コンテンツディレクターのブリアナ・ロバーツ。
12তারা ইউরোপ সফরে এসেছিলেন মাইক্রোসফট আইটি একাডেমি থেকে প্রশিক্ষণ নেয়া ক্রেতাদের সাথে কথা বলতে।彼らの目的はマイクロソフトITアカデミーで研修中のクライアントと話すことだった。
13অভিজ্ঞতা শিক্ষণ দলের সদস্যদের মাঝে ছিলেন - সিনিয়র পরিচালক টিম স্নিথ, একাডেমিক কার্যক্রমের পরিচালক কিথ লোবের এবং প্রচার সূচী পরিচালক ব্রিয়ানা রবার্টস।2014年5月26日、僕は最初のアプリ「Lite」をWindows Phoneストアに発表した。
14উইন্ডোজ ফোন স্টোরে গত ২৬ মে ২০১৪ তারিখে আমি আমার প্রথম এ্যাপ-লাইট-প্রকাশ করেছি।このアプリのアイデアは、起動が速くて軽いけど、広告の入らないフラッシュライトのアプリを長いことかけて探しているときにひらめいたんだ。
15কোন এড [বিজ্ঞাপন] থাকবে না এমন একটি দ্রুত গতি সম্পন্ন লাইটওয়েট ফ্লাশলাইট এ্যাপ খোঁজার জন্য দীর্ঘ সময় নষ্ট করার পর এই এ্যাপটি তৈরি করার বুদ্ধি আমার মাথায় আসে।
16অনেকক্ষণ পর এমন কোন এ্যাপ খুঁজে না পেয়ে অবশেষে আমি নিজেই নিজের জন্য একটি এ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিই।結局そんなアプリはなかったので自分でつくることにした。
17এ্যাপটি তৈরি করার আট দিন পর এবং রেডিট উইন্ডো ফোন সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার সাথে সাথে এই কয়েক দিনেই আমার এ্যাপটি ৩০০ বার ডাউনলোড করা হয়। এটি পাঁচ তারকা বিশিষ্ট একটি পদমর্যাদা অর্জন করে।8日後、Reddit Window Phone コミュニティ(訳注:Windows Phoneに関する質問、ディスカッションのコミュニティサイト)での評価を受け、300ダウンロード・5つ星を獲得。
18এর খুব অল্প সময়ের মধ্যেই এ্যাপটি একটি এ্যাপ স্টোরের “নতুন এবং উদীয়মান” বিভাগে জায়গা করে নেয়।その直後にアプリの「新着・人気上昇中」のコーナーに掲載されたんだ。
19ভবিষ্যতে আমি আরও অনেক এ্যাপ তৈরি করার আশা রাখি।将来的にはもっとたくさんのアプリを公開し、大学へ行ってもコンピュータサイエンスを勉強し続 けたいと思っているよ。
20আমি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে আমার পড়াশুনা চালিয়ে যেতে চাই।キンビニの通う高等専門学校のニュースレターには、彼の言葉が引用されている。
21কিমবিনি তাঁর কলেজের সংবাদ-বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বলেছেনঃMTAのトレーニングは学校の授業と共通することもありますが、プログラミングについてのより深 い理解を得ることができましたし、プログラミングには本当にいろいろなフィールドがあるという ことを知りました。
22আমরা শ্রেণীতে যা শিখছি তাঁর সাথে এমটিএ প্রশিক্ষণের সম্পৃক্ততা আছে, তবে এ প্রশিক্ষণে প্রোগ্রামিং সম্পর্কে আমি আরও অনেক বেশি কিছু বুঝতে শিখেছি।新しく得た知識はマイクロソフトが企画するプロジェクトの場でアプリを開発する時にとても 便利で、より良いアプリの開発につながりました。
23এটাও জানতে পেরেছি যে, প্রোগ্রামিং ক্ষেত্রটি আসলে কতোটা বিচিত্র।マイクロソフト社はツイートでキンビニをこう賞賛した。
24মাইক্রোসফট নিয়োগকর্তা প্রকল্পের জন্য একটি এ্যাপ তৈরি করার সময় আমি বুঝতে পেরেছি, আমার নতুন জ্ঞান আসলেই কতোটা উপকারী; অবশেষে আমরা আরও উন্নত মানের একটি এ্যাপ তৈরি করার কাজ শেষ করলাম।ソフトウェア開発でMTA認定を取得した最初の学生、サムケリソ・キンビニ(15歳)、おめでとう。
25মাইক্রোসফট কিমবিনিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেঃ校正:Yoko Kawakami
26১৫ বছর বয়সী একজন শিক্ষার্থী হিসেবে এই প্রথম সফটওয়্যার তৈরিতে বিশেষভাবে পারদর্শী এমটিএ যোগ্যতা অর্জন করায় স্যামকেলিসো কিমবিনিকে অভিনন্দন।