# | ben | jpn |
---|
1 | ভারত: একটি খুনের ঘটনায় জ্বলে উঠেছে মণিপুর | インド:射殺事件を機にマニプルで不満爆発 |
2 | এই সপ্তাহের শুরুতে চিংখাম সান্জিতকে ভারতের অঙ্গরাজ্য মণিপুরের পুলিশ কর্তৃক হত্যা করার ছবি প্রকাশিত হবার পরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। | インドのマニプル州で、今週初めに武装していない27歳の青年Chingkham Sanjitが警官に射殺されたことを受け動揺が広まっている。 |
3 | সে ছিল ২৭ বছর বয়সী এক নিরস্ত্র যুবক। অনুসন্ধান মূলক সাংবাদিকতার জন্য পরিচিত সংবাদ সংস্থা তেহেলকা. | 調査報道で有名なニュースサイトTahelka.comは、抵抗していないSanjitを警官が逮捕する写真を報道した。 |
4 | কম বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ সান্জিতকে গ্রেফতার করেছে। | その直後、彼は混み合ったマーケットで撃たれ死亡している。 |
5 | ছবিতে মনে হয় নি গ্রেফতারের সময় সান্জিত কোন রকম বাঁধা প্রদান করেছে। | 「銃撃戦は7月23日、州の議会から500メートルほどしか離れていないマニプルの中心都市インパールで起きた。 |
6 | গ্রেফতারের কিছুক্ষণ পরে এক জনাকীর্ণ বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়। “…. একটি গুলির ঘটনা, যা জুলাইয়ের ২৩ তারিখে মণিপুরের রাজধানী ইম্ফলের ঠিক মধ্যিখানে ঘটল। | Tahelka.comは、27歳の青年Chongkham Sanjitがマニプル警察部隊(MPC)として知られる重武装したマニプルの特殊部隊員に「偶然殺害」された時の一部終始を報道している。 |
7 | রাজ্যের সংসদ ভবন থেকে ঘটনাস্থলের দূরত্ব খুব বেশী হলে ৫০০ মিটার। | Lakhipuronlineは、Sanjitが殺害される前の警官の行動をより詳細に伝えている。 |
8 | মণিপুরের পুলিশ এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। | 「警官がSanjitを拘束しようとした際、彼が抵抗したとは考えにくい。 |
9 | ২৭ বছর বয়স্ক ভারতীয় নাগরিকের এই “এনকাউন্টার কিলিং” বা “পুলিশের সাথে মুখোমুখি লড়াইয়ে মৃত্যু” আসলে এক হত্যাকাণ্ড। | 警察側は、Sanjitが逮捕を免れようとして無差別に発砲し、マニプルの中心都市の中でも最も混み合った場所へ逃亡したと主張した。 |
10 | নিহত নাগরিকের নাম চিংখাম সান্জিত, যাকে খুন করে মণিপুর র্যাপিড এ্যাকশন পুলিশ ফোর্স নামে ভারী অস্ত্র সজ্জিত পুলিশের একটি বিশেষ দল। | しかし、Sanjitは死体となって運び出されパトロールカーに静かに寝かされる前、警官に薬局へ押し込まれているように見える。」 |
11 | সাধারণভাবে তাদের পরিচয় মণিপুর পুলিশ কমান্ডো হিসেবে (এমপিসি)”। | 側にいた妊娠中の女性も、Sanjitが殺害されたことを知って集まった群集を警官がコントロールしようとした際に殺害された。 |
12 | লক্ষিপুরঅনলাইন সান্জিতের খুনের আগে, তার উপর যে পুলিশী কর্মকাণ্ড ঘটেছে তার আরো বিস্তারিত বিবরণ দিয়েছে: | マニプル州の首相は現在、行動を起こすよう迫られている。 |
13 | “যেখানে গ্রেফতার করা হয়েছিল, সেখানে এমন কোন প্রমাণ ছিল না, যা নির্দেশ করে যে সান্জিত গ্রেফতার হবার সময় পুলিশকে বাঁধা দিয়েছিল। | Vision Mpは、以下のように伝えている: |
14 | পুলিশ দাবী করে, সান্জিত গ্রেফতার এড়াতে চেয়েছিল এবং গুলি ছুঁড়তে ছুঁড়তে পালাচ্ছিল। কোন রকম যুক্তি ছাড়াই বলা যায়, ঘটনাটি মণিপুরের রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকায় ঘটে। | 「マニプル州の首相Okram Ibobi Singhは水曜日、偶然を装ったとされる殺害の司法調査を行い、この事件に関与した6人の警官を直ちに処分するよう命じる。」 |
15 | বরঞ্চ দেখা গেছে এর বদলে সান্জিতকে নিরাপত্তা বাহিনীর ধাক্কা দিচ্ছে এবং এক ওষুধের দোকানের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এরপর তার নিষ্প্রাণ দেহ একটি পুলিশী যানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শুইয়ে রাখা হয়”। | Times Nowは現在、州首相が今回の事件の調査を率先して実行したが、それでもなお人びとは州首相の辞任を求めていると報じている。 |
16 | রাস্তার পার্শে থাকা এক গর্ভবতী মহিলাও এই ঘটনায় মারা যায়। | この事件は不運にも今回限りの事件ではない。 |
17 | কারণ সে সময় পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। | マニプルでの人権侵害は長年にわたって報告されている。 |
18 | জনতার ভীড় তৈরি হয় তখন, যখন তারা এই খুনের ঘটনার কথা জানতে পারে। | Ramjoishyが投稿したYouTubeの動画は、マニプルの警官の残虐な歴史を物語っている。( |
19 | এই ঘটনার পর মণিপুরের মুখ্যমন্ত্রী জনতার বিশাল এক চাপের মুখে রয়েছে। | 注意:次の動画は非常に生々しいです。 |
20 | ভিশনএমপি জানাচ্ছে: | 視聴する方は注意してください。) |
21 | “মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং বৃহস্পতিবারে ঘটে যাওয়া এই ঘটনার এক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। | ヒューマン・ライツ・ウォッチは2009年7月17日、政府の治安政策を懸念する報告書を発表した。 |
22 | তিনি এই ভুয়া এনকাউন্টার-এর তদন্তের এবং যে ছয়জন পুলিশ এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সাথে সাথে বরখাস্তের নির্দেশ দেন”। | 「現地の人権活動団体はここ数ヶ月間、マニプルで起きた何件もの殺害を記録しており、これらの事件の容疑者は治安部隊のメンバーであると思われる。 |
23 | টাইমস নাউ রিপোর্ট করছে যে, যদিও মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্ত করার উদ্যোগ নিয়েছেন, এখন মণিপুরের অধিবাসীরা তার পদত্যাগ দাবী করছে। | 特別法は、治安部隊に調査から逮捕、発砲、射殺に関るまで幅広い権限を与えている。 |
24 | এই ঘটনা, কোন বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ কয়েক বছর ধরে মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে। | この法律によって築かれてきた暴力の文化は非常に深く根付き、現在では警官もごく当然に軍隊や国の自警武装集団が長年行ってきた虐待と同じような行為に携わっている。 |
25 | রামজোশি এই ইউটিউব ভিডিওটি আপলোড করেছেন যাতে মণিপুরের পুলিশের নির্মমতার ইতিহাস তুলে ধরছে। | 事件の中には治安部隊員が窃盗の後人びとを殺害したが、武装集団との銃撃戦による「偶然」の死であるとされたケースもある。 |
26 | একটি সতর্কতা, এই ভিডিও স্বাভাবিকভাবে নির্মমতার ছবি তুলে ধরে, কম বয়সী বা দুর্বল চিত্তের লোকদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হল। | Twitterユーザーのrituparnabhuvanは、次のように述べている。 |
27 | ২০০৯ সালের ১৭ জুলাই হিউম্যান রাইটস ওয়াচ এক রিপোর্ট প্রকাশ করে, যা সরকারের নিরাপত্তা কৌশল বিষয়ে এক প্রশ্ন ছুঁড়ে দেয়: | 過った方向へ向かった銃弾(そしていくつかのカメラの映像)はマニプル州を動揺させた。 |
28 | “স্থানীয় মানবাধিকার সংস্থা সাম্প্রতিক মাসগুলোতে মণিপুরে ঘটা বেশ কয়েকটি খুনের ঘটনা তুলে ধরেছে, যেখানে অভিযোগ রয়েছে, খুনী নিরাপত্তা বাহিনীর সদস্য। | マニプルでは不満が爆発した。 |
29 | বিশেষ ক্ষমতা আইন নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের ক্ষমতা প্রদান করে, যার মধ্যে রয়েছে অনুসন্ধান গ্রেপ্তার, এবং খুন করার জন্য গুলি করার অধিকার। | 私は、罪のないインパールの被害者を気の毒に思う。 |
30 | এর জন্য তাদের কোন ধরনের বিচারের মুখোমুখি হতে হয় না। | surajkalaはサイトを紹介している。 |
31 | এই আইনের ফলে, পুলিশের নিয়ম লঙ্ঘন করা চিরস্থায়ী এক বিষয়ে পরিণত হয়েছে এবং বিষয়টি পুলিশের ভেতরে এত গভীরে প্রবেশ করেছে যে, এখন তারা নিয়মিতভাবে এই একই ধরনের কাজ করে যাচ্ছে। মণিপুরে লম্বা সময় ধরে সামরিক বাহিনী ও রাষ্ট্রের সংসদীয় শক্তি এই একই ক্ষমতার অপব্যবহার করে আসছে। | マニプルの交戦地帯の映像です。 - where is the democracy http://is.gd/23vGV (この動画を見るべきです。 |
32 | অভিযোগ রয়েছে অনেক ঘটনায় নিরাপত্তা বাহিনী লোকজনকে ধরে নিয়ে আসে ও খুন করে, কিন্তু তারপরে তারা দাবি করে যে এই খুনের ঘটনা উভয়ের মুখোমুখি সংঘর্ষ বা “এনকাউন্টারে ঘটেছে”- সশস্ত্র একদল লোকের সাথে সংঘর্ষে”। | 目を開かせてくれます。) (via @palinn) #fb |
33 | টুইটার ব্যবহারকারীঋতুপর্ণাভুঞাবলেছেন: | Keerthikiranは次のように語っている。 |
34 | ভুল লোকের মাথায় একটা বুলেট (এবং কয়েকটা ক্যামেরা শট) রাষ্ট্রের ক্ষমতা বলয়কে ধরে ঝাঁকুনি দেয়। মণিপুর যখন উত্তপ্ত, ইম্ফলের এই নিরপরাধ ব্যক্তিকে আমি স্মরণ করছি। | 8月6日(木)、私は今も考えている。 |
35 | সুরজকালা জানাচ্ছেন: | どうして国はマニプルの偶然を装った殺害に目を背けるのだろうか。 |
36 | মণিপুরে যুদ্ধাবস্থা বিরাজ করছে- গণতন্ত্র কোথায়; (http://is.gd/23vGV) (অবশ্যই এই ভিডিওটি দেখা দরকার: যা চোখ খুলে দেয়) (ভায়া@পালিন)#এফবি(via @palinn) #fb | とても悲しいことだ。 |
37 | কির্তিকিরান বলছেন: আগস্টের ছয় তারিখ: আমি এখনো বিস্মিত যে কি ভাবে পুরো জাতি এই ঘটনায় নীরব মণিপুরের ভুয়া এই এনকাউন্টারের ঘটনার ব্যাপারে, যদি না তারা ঘুমিয়ে থাকে। | Alakrenuは、keerthikiranに次のように返答している。 |
38 | সত্যি দু:খজনক। অলকরেনু উত্তর দিচ্ছেন: | それがマニプルだからだ。 |
39 | @কির্তিকিরান, কারণ এটা মণিপুর! | どれくらい残虐な行為が起きれば目を向けるのだろうか。 |
40 | উত্তর পূর্বাঞ্চলের এই রকম ছোট শহর কয়টি আমাদের নজরে আসে? এটা সত্যি বেদনাদায়ক। | 悲しいことだ。 |