Sentence alignment for gv-ben-20150222-47488.xml (html) - gv-jpn-20150519-35706.xml (html)

#benjpn
1জাপানের প্রত্যন্ত রাস্তায় আপন খেয়ালে ঘুরে বেড়ানো日本の裏通りブラブラ散歩
2মাতসুসিমা, তাসুরগা। ছবি নেভিন থম্পসনের敦賀市松島町 写真撮影:ネヴィン・トンプソン
3সর্বত্র ছড়িয়ে পড়া স্মার্টফোন ক্যামেরা এবং ফ্রি অনলাইন ভিডিও সংরক্ষণের এই যুগে, স্লো টিভি এক বিশেষ উপাদানে পরিণত হয়েছে।スマートフォンカメラが普及し、オンラインストレージが無料化している今の時代、「スローテレビ」(訳注:壮大な光景などを、何時間や何日にもわたって放送し続ける番組のこと)は1つの現象になっている。
4এই তরুণ প্রজন্মের যুগে, এক সম্পূর্ণ ট্রেন যাত্রা নিয়ে করা স্লো টিভির ভিডিও অত্যন্ত জনপ্রিয়, সাথে ক্রান্তীয় অঞ্চলের মাছ নিয়ে করা তিন ঘন্টার ভিডিওটিও।この新ジャンルでは、ある駅からある駅までの列車の旅を完全収録した動画が、熱帯魚の様子を3時間撮った動画に劣らない人気を呼んでいる。
5শিল্পী কিস কলিনজিন একটি ভিডিও প্রকল্পে দৃশ্যমান হয়েছেন, যেটি তার “পূর্বের পথে হাঁটা” নামক বিষয়কে নথিবদ্ধ করেছে।映像アーティスト、キース・コレインは自身の「東洋への徒歩旅行」を記録する動画プロジェクトを立ち上げた。
6সাতোবো ৩১০৪ নামে জাপানের এক ইউটিউব ব্যবহারকারী শত শত ভিডিও আপলোড করেছে যা জাপান জুড়ে পুরোনো এলাকায় হাঁটার ঘটনাকে নথিবদ্ধ করেছে।日本人のYouTubeユーザー、satobo3104は、日本中の古い地域を散歩する様子を記録した動画を大量にアップロードしている。
7এই সব ভিডিওতে কোন ধারাবর্ণনা নেই।実況解説はなく静かな横道を散策するだけだが、ふだんは気がつきそうもない土地の風景と音に浸りきれる他に類のない思索的なものだ。
8এটা অনেকটা আশে পাশের খানিকটা অপ্রচলিত রাস্তায় এলোমেলো ভাবে ঘুরে বেড়ানো।敦賀市は京都から北に車で1時間ほどの日本海に面した小都市。
9এটা অন্য রকম এক অনুভূতি, ধ্যানমগ্ন হয়ে উক্ত এলাকার পরিবেশের মাঝে এমন ভাবে মিশে যাওয়া, যা সাধারণ অবস্থায় সম্ভব নয়।.松島町は敦賀では歴史のある古い地域で、この動画はある静かな夏の一日の雰囲気を完璧にとらえている。
10তাসুরুগা হচ্ছে জাপানের পূর্ব সমুদ্র উপকূলের এক ছোট্ট শহর যা কয়োটো থেকে গাড়ি চালিয়ে গেলে এক ঘণ্টার পথ।Part2とPart3もここから見てみよう
11মাৎসুসীমা হচ্ছে তাসুরগা-এর এক পুরোনো এলাকা, আর এই ভিডিও গ্রীষ্মের এক নীরব দিনের পরিবেশকে নিখুঁত ভাবে ধারণ করেছে ।高岡市もまた、日本海に面した小都市だ。
12এখানে;দ্বিতীয় খণ্ড এবং এখানে;তৃতীয় খণ্ড দেখুন।ここでは数百年間ほとんど変わっていない地域に残る古い日本家屋が数多く見られる。
13তাকাওকা হচ্ছে জাপানের সমুদ্র উপকূলের আরেকটি ছোট্ট শহর এবং এই এলাকায় অনেক পুরোনো ধাঁচের জাপানী গৃহ রয়েছে যেগুলো শত শত বছর ধরে তেমন একটা পরিবর্তিত হয়নি।動画は皆さんを横田町・金屋町界隈の散歩へと誘い、道沿いにある神社や寺院を訪れることができる。
14এই ভিডিও আমাদের ইয়োকোতা এবং কানাইয়া এলাকার ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, পথে সে সমস্ত মঠ এবং মন্দির দেখা সেগুলোর ভেতরটাও ঘুরিয়ে আনে।金屋町の千本格子のある地区は特に興味深い。 そこは修復された伝統的な家屋が軒を連ねる通りを目玉とする文化遺産地区だ。
15এখানে বিশেষ আগ্রহের জায়গা হচ্ছে কানাইয়ার সেনবোন-কোশি এলাকা, যা এক ঐতিহ্যবাহী এলাকা যার রাস্তার চারপাশে সারিবদ্ধ ভাবে পুরোনো ধাঁচের বাড়িগুলো অবস্থান করছে।ここでは日本の商店街、具体的には神戸の東にある尼崎市園田の伝統的な商店街を一見できる。
16এই ভিডিও আমাগাসাকির সোনোড নামক রাস্তায় ঐতিহ্যবাহী জাপানী শোতোনাগাই অথবা শামিয়ানা টানানো দোকানের এলাকাসমূহে এক নজর ঘুরিয়ে আনে, যা কোবের খানিকটা পশ্চিমে অবস্থিত।日本の戦後期の大部分を通じて、商店街は都市生活の中心的役割を演じた。 小さな家族経営の店や大衆食堂では安く便利に必要な食料品が手に入った。
17জাপানের বেশীর ভাগ নাগরিকের কাছে শোতেনগাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শহুরে মানুষের জীবনের কেন্দ্রে থেকে তাদের সেবা করে গেছে।また、頭上に屋根があることも多く、買い物客を雨や雪や照りつける日差しから守ってくれる。
18ক্ষুদ্র এই পারিবারিক কেনাকাটা এবং খাবারে দোকান প্রধানত সস্তা এবং সুবিধাজনক উপায়ে সরবার করে গেছে, এবং মাথার উপর টাঙানো এই সকল শামিয়ানা বৃষ্টি, শীত এবং সূর্যের উষ্ণতা থেকে ক্রেতাদের রক্ষা করে গেছে।日本は高齢化が進み、このような昔からの地域に住む家族はどんどん少なくなっている。 地元客の減少を見ると、商店街が過去のものになりつつあることがわかる。
19যখন জাপানের নাগরিকদের এক অংশ বুড়িয়ে যাওয়া শুরু করেছে, তার প্রেক্ষাপটে এখন খুব কম সংখ্যক পরিবার এই পুরোনো এলাকায় বাস করে।日本にはアーケード商店街がいまだによく健闘している場所がある。
20স্থানীয় ক্রেতাদের সংখ্যা ক্রমে স্বল্প হয়ে আসা মানে শোতেনগাই এখন ক্রমশ অতীতের ছায়ায় পরিণত হতে যাচ্ছে।特に、観光客相手のアーケードはうまくいっている。
21শামিয়ানা ঢাকা বাজার, এখনো জাপানের কিছু অংশে বেশ ভালই করছে, বিশেষ করে যদি তারা পর্যটকদের জন্য খাদ্য পরিবেশন করে।この動画を見れば京都の錦市場をぶらっと一回りできる。
22এই ভিডিও কিয়োটোর নিশিকি মার্কেটে ভেতরে আমাদের ইতঃস্তত ঘুরিয়ে আনে।松葉ガニから切花まであらゆるものが売られているのを見る絶好の機会だ。
23এখনকার সকল কিছুর উপর এক নজর চোখ বুলানো দারুন এক অভিজ্ঞতা বিশেষ করে লাল রঙের কাঁকড়া থেকে শুরু করে ফুলের কুড়ি দিয়ে ফুলের গুচ্ছ সবই এখানে বিক্রি করা হয়।ここでは世界最大の都市、東京での日常生活を覗こう。
24তুসুকিজি (টোকিও)銀座のちょうど東にある築地をぶらっと歩いてみよう。
25এই ভিডিওতে আমরা টোকিওর প্রাণকেন্দ্রের উপর এক নজর চোখ বুলাতে পারি, যা বিশ্বের সর্ববৃহ শহর।狭い通り沿いに昔ながらの古い家が軒を連ね、ほんの数ブロック先のスマートで煌くような都市の風景とはっきりとしたコントラストを見せてくれる。
26এর ভেতর দিয়ে আমরা গিনজার খানিকটা পূর্বে তুসুকিজি এলাকায় এলোমেলো ভাবে ঘুরে আসব, যেখানে সরু রাস্তাগুলো পুরোনো বাড়ির পাশ দিয়ে ছুটে গেছে, যা এর মাত্র কয়েকটি এলাকা পরেই অবস্থিত চকচকে, উজ্জ্বল শহুরে চেহারার এক দারুণ বৈপরীত্য প্রকাশ করছে।YouTubeのsatobo3104チャンネルで、日本のいろいろな地域をもっと散歩しよう。
27সোতোবো ৩১০৪ চ্যানেলে জাপানের এ রকম হেঁটে যাওয়া এলাকার ভিডিও পাওয়া যাবে।校正:Takako Nose