# | ben | jpn |
---|
1 | মিশর: হাইস্কুলে অসদুপায় অবলম্বনে টুইটের ব্যবহার | エジプト:ツイッターで高校のテストをカンニング |
2 | মিশরীয় ব্লগাররা জানিয়েছে যে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে সামাজিক মিডিয়া ব্যবহৃত হচ্ছে। | ソーシャルメディアが高校の試験問題流出に使われていると、エジプトのブロガーたちは言う。 |
3 | আরব বিপ্লবের প্রণোদনা যোগানোর জন্যে যে মিডিয়াকে কৃতজ্ঞতা জানানো হয় সেই একই মিডিয়া এখন ছাত্র-ছাত্রীদের অসদুপায় অবলম্বনে সাহায্যের দায়ে অভিযুক্ত। | アラブ革命を引き起こすきっかけになった功績ある媒体が、今、生徒たちのカンニングを助長していると非難されているのだ。 |
4 | রামি ইয়াকুব টুইটারে লিখেছেন: | ツイッターで、Ramy Yaacoub はこのように投稿している。 |
5 | @রামিইয়াকুব: হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ২য় দিনের মতো ফাঁস হয়ে যাওয়া পরীক্ষার “গণ-উৎস” থেকে পাওয়া উত্তর দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় এটি অস্বীকার করেছে #মিশর আরো জানার জন্যে @ওয়ায়েলআব্বাস অনুসরণ করুন | @RamyYaacoub 高校生たちは流出した2日目の試験の解答を“クラウドソーシング”しているが、教育省はそれを否定している #Egypt 詳細は @waelabbas を。 |
6 | আরব বিশ্ব জুড়ে হাইস্কুল পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের বিশ্বাস নির্ধারণ করে। | 高校での試験結果は、生徒たちのアラブ圏における立ち位置を決めるものだ。 |
7 | বিশ্ববিদ্যালয়ে স্পট ভর্তির নিশ্চয়তার কারণে শীর্ষস্থানের জন্যে প্রতিযোগিতা সাংঘাতিক। | トップへの君臨は彼らの大学入りを保障するものであり、それゆえその座を狙う争いは熾烈なものになっている。 |
8 | হাজার হাজার ছাত্র-ছাত্রীরা এখন মিশরে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসেছে। | エジプトでは、現在数千人もの高校生が期末試験を受けている。 |
9 | এই পরীক্ষা চলবে ৪ঠা জুলাই পর্যন্ত। | この試験は7月4日まで続く。 |
10 | দক্ষ ব্লগার ওয়ায়ে্ল আব্বাস ঘোষণা করেছেন [আরবী ভাষায়]: | ベテランブロガーのWael Abbasはこう言う [ar]。 |
11 | @ওয়ায়ে্লআব্বাস: হা-হা-হা! | @waelabbas はは! |
12 | অসদুপায় অবলম্বনের জন্যে হাইস্কুলের চূড়ান্ত পরীক্ষায় বসা বাচ্চাদের টুইটারে একটি হ্যাশট্যাগ রয়েছে। | 期末試験を受けている高校生たちにはツイッターでカンニングするためのハッシュタグがあるんだ。 |
13 | আমি হাসি থামাতে পারছি না। | 笑いが止まらないよ。 |
14 | আমি শপথ করে বলছি এটা কোন রসিকতা নয়। | これは冗談なんかじゃないと誓うね。 |
15 | তিনি আরো বলেছেন: | 彼はさらにこう付け加える。 |
16 | @ওয়ায়েলআব্বাস: পরীক্ষাকক্ষের ভিতরে থেকে শিশুরা টুইট করছে। | @waelabbas 生徒たちは試験教室内からツイートしている。 |
17 | হা-হা-হা! | はは! |
18 | এভাবেই তারা টুইটারকে অবরুদ্ধ করবে। | こんな状態ではツイッターは禁止されることになるだろう。 |
19 | আসমা একই ভয় ভাগাভাগি করে লিখছেন: | Asmaa も同じように心配する。 |
20 | @আসমাইয়া: আল্লাহ যেন আপনার উপর প্রতিশোধ নেন! | @asmaaia アッラーの神があなたたちに制裁を下すかもしれないわよ! |
21 | আপনার কর্মের কারণে তারা টুইটার বন্ধ করবে। | カンニング行為のせいで、ツイッターは禁止されることになるわ。 |
22 | (এতসব) গলাবাজি তখন কোথায় যাবে? | そうなったらどこで自由に発言するっていうの? |
23 | আমাদের তখন ফেসবুক বা গুগল প্লাস ব্যবহারে ফিরে আসতে হবে | フェースブックやグーグルプラスに逆戻りしなきゃならないわ。 |
24 | ওয়ায়েল আব্বাসের টুইটারে পোস্ট করা ফাঁস হওয়া পরীক্ষার উত্তরসহ একটি ব্ল্যাকবেরী বার্তার স্ক্রিনছবি | Wael Abbas がツイッターに投稿した、流出した試験の解答を記載したブラックベリーメッセージのスクリーンショット |
25 | আব্বাস পরীক্ষার দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করে বলেছেন: | Abbas はこう言って、試験問題に責任のある教育省に挑戦的な姿勢を見せている。 |
26 | @ওয়ায়েলআব্বাস: আমার কাছে সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন আছে!!! | @waelabbas 僕は全試験の問題を持っているんだ!!! |
27 | আদর্শ উত্তরগুলো আসলে ব্ল্যাকবেরী মেসেঞ্জারে রয়েছে, এবং এটা একটা স্ক্রিনছবি | 模範解答は実際にブラックベリーメッセンジャーにある。 |
28 | তিনি বলে চলেন: | これがそのスクリーンショットだ。 |
29 | @ওয়ায়েলআব্বাস: এখন পর্যন্ত আমি মাধ্যমিক স্তরের ইংরেজি ভাষার পরীক্ষার ১৫টি স্ক্রিনছবি পেয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার এখনো দেড় ঘন্টা বাকি। | 彼は続ける。 @waelabbas これまでに2年生の英語試験問題のスクリーンショットを15個受け取って、試験終了時刻までまだ1時間半も残されている。 |
30 | কেউ কী একটি অভিযোগ করবেন? | 誰か不満はあるか? |
31 | কয়েক মিনিট পরে তিনি টুইট করেছেন: | 数分後、彼はつぶやく。 |
32 | @ওয়ায়েলআব্বাস: এখন আমার কাছে আরবি ভাষা এবং ধর্ম পরীক্ষার ৭২টি স্ক্রিনছবি আছে | @waelabbas 今はアラブ語と宗教学試験のスクリーンショットが72個あるよ。 |
33 | এই পোস্টটি লেখার সময় ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং আব্বাস ফেসবুকে ফাঁস হওয়া পরীক্ষার স্ক্রিনশটগুলো এখানে প্রকাশ করতে ব্যস্ত ছিলেন। | このツイートを投稿しているとき、英語の試験は終了し、Abbas は流出した試験問題のスクリーンショットをフェイスブックの こちらのURLに公表しているところだった。 |
34 | ইতোমধ্যে মাহমুদ নাসেফ প্রশ্ন করেছেন: | その頃、Mahmoud Nasef はこう問うている。 |
35 | @এম৭মুদনাসেফ: হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের দলগতভাবে অসদুপায় অবলম্বনের জন্যে একটি হ্যাশট্যাগ রয়েছে। | @m7moudnasef 高校生たちのカンニング用のハッシュタグがある。 |
36 | এরাই পরবর্তী স্তরে নেতৃত্ব প্রদানকারী সেই প্রজন্ম নয় কী? | 彼らは次の時代をリードする人間ではないのか? |
37 | কোথায় এই প্রহসনের (সেই) শিক্ষা মন্ত্রণালয়? | この馬鹿げた事態に、教育省は何をしているんだ? |
38 | অসদুপায় অবলম্বনের হ্যাশট্যাগ এখানে পাওয়া যায়। | カンニングのためのハッシュタグは、 こちらで見ることができる。 |