# | ben | jpn |
---|
1 | সৌদি আরবঃ গাড়ী চালানোর জন্য এক নারীকে গ্রেফতার করা হয়েছে | サウジアラビア: 「運転禁止法」容疑で逮捕された女性 |
2 | এক সপ্তাহ আগে, জেদ্দায় এক সৌদি মা গাড়ী চালিয়ে তার সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে আসেন। | 一週間前、サウジアラビア・ジッダの母親が、自分の子供たちを学校に送るために車を運転した。 |
3 | ২২ মে, ২০১১-তে আরেক সৌদি নারী মানাল আল-শারাফ রাস্তায় গাড়ী চালান, সে সময় তার পাশে বসে ছিল বিখ্যাত নারী অধিকার আন্দোলন কর্মী ওয়াজেহা আল হুওয়াদার এবং তার ভাই ও পুত্র পিছনের সিটে বসেছিল। এর পরের দিন আল শারিফ নিজে ইউটিউবে তার গাড়ী চালানোর ভিডিও পোস্ট করে। | 2011年5 月 22日、別のサウジ女性Manal Al-Shariが、助手席に有名な女性権利活動家のサウジ女性Wajeeha Al-Huwaider、後部座席に自分の兄と息子を乗せて車を運転した。 |
4 | এই ঘটনা্র প্রেক্ষিতে মানাল আল শারিফকে গ্রেফতার করা হয় এবং তারপর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়, পরে আবার মধ্যরাতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। | 前日の21日金曜日、Al-Sharifは自らが運転しているビデオをユーチューブに投稿していたので、運転するのは2回目だった。 |
5 | নতুন এই বীর নারীর ক্ষেত্রে টুইটার নেটিজেনদের লেখায় ভরে যায়, যাদের অনেকে তাকে আরেক রোজা পার্ক হিসেবে অভিহিত করে (রোজা পার্ক ছিলেন বিখ্যাত আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন কর্মী)। | Manal Al-Sharifは逮捕され、それから釈放されたが、その後、警察は真夜中に彼女を自宅で再度逮捕した。 |
6 | মানাল আল-শারিফের ছবি, তার টূইটার একাউন্ট থেকে নেওয়া হয়েছে। | ツイッターは、ネット市民が新たなヒロインについて書いたツイートであふれた。 |
7 | সৌদি ব্লগার আহমেদ আল ওমরান (@আহমেদ) লিখেছে: | 彼女をもう1人のローザ・パークス(アフリカ系アメリカ人の有名な公民権運動活動家)と表現した人もいた。 |
8 | @আহমেদ: এটাই কি সেই মুহূর্ত? | ツイッターから撮ったManal Al-Sharifの写真 |
9 | রোজা পার্কঃ১৯৫৫ :মানাল আল শারিফ:২০১১#সৌদি, #ওমেন২ড্রাইভ | サウジのブロガーAhmed Al-Omran(@ahmed)は書いた: |
10 | সৌদি টুইটারকারী ওমর জাহানি (@ওমর৯৯৪৪) গত রাতে আল-শারিফ যা করেছে তার উপর একটি টুইট লিখেছেন: | @ahmed: これがその時? |
11 | @ওমর ৯৯৪৪: মানালের এক অলিখিত বীর, যখন সে গাড়ী চালাচ্ছিল, তখন তার ভাই তার সঙ্গে ছিল, তার স্ত্রী মানালের পুত্রের সন্তানের দেখাশুনা করত (বেবিসিটার) সৌদির ভ্রাতারা #টেকনোট, #ফ্রিমানাল। | ローザ・パークス:1955 :: Manal al-Sharif :2011 #saudi #women2drive |
12 | বিখ্যাত মিশরীয় প্রাবন্ধিক এবং একটিভিস্ট মোনা এলতাহওয়ি (@মোনাএলতাহওয়ি) গত রাতে মানালের যে ঘটনা, তার উপর টুইট করেছে এবং সে বেশ কিছু মতামতকে পুনরায় টুইট করেছে, যা গুরুত্ব প্রদান করে যে সৌদি আরবে নারীর ক্ষমতায়নের সময় চলে এসেছে: | サウジのツイッター利用者Omar Johani (@omar9944)は昨夜、Al-Sharifがした行為に関するコメントをツイートに書いた: |
13 | @মোনাএলতাহওয়ি,#মানালাআলশারিফকে কোন ধরনের গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে। | @omar9944:Manalの冒険物語における陰のヒーロー、それは彼女の兄だ! |
14 | তার “অপরাধ”? | Manalが運転した時に同行して、その間、自分の妻にManalの息子の子守をしてもらっていた。 |
15 | নারী হয়ে গাড়ী চালানো। | これぞ、サウジの男#TakeNote! |
16 | #সৌদ,#ওমেন২ড্রাইভ, #ফ্রিমানাল | #FreeManal |
17 | এছাড়াও তিনি সৌদি আরবে নারী অধিকারের যারা শত্রু তাদের সমালোচনা করেছেন, তিনি বলছেন: | 有名なエジプトのコラムニストで活動家のMona ElTahawy (@monaeltahawy)は、昨夜起きたManalの事件についてつぶやいた。 |
18 | @মোনাএলতাহওয়াই:, #সৌদি, রাজকীয় ব্যক্তিবর্গ এবং অতিমাত্রায় রক্ষণশীল ধর্মীয় নেতারা দাবী করেছে যে সমাজ এখনও নারীদের গাড়ী চালানোর জন্য তৈরি নয়। | さらに彼女は、女性が権利を持つ時がサウジアラビアにやって来たということを強調するいくつかの意見を再びつぶやいた: @monaeltahawy: #ManalAlSharifは、午前4時に逮捕状もなしに逮捕された。 |
19 | বলা যায় রাজকীয় ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতার এখনো মেয়েদের অধিকার প্রদানের জন্য তৈরি নয়। | 彼女の「罪」? 女性なのに運転したからよね。 |
20 | ফোউজ আব্দুল্লাহ (ফোউজআবদে) এক সৌদি তরুণী যে এই বিষয়ে টুইট করেছে, সে তার টুইটার একাউন্টের মাধ্যমে মানাল এবং নারীদের গাড়ী চালানোর আইনগত অধিকার সম্বন্ধে লিখেছে, সে নারীদের বিরুদ্ধে ধর্মীয় পুলিশের যুদ্ধের বিষয় সম্বন্ধে সতর্ক করে দিয়েছে [আরবী ভাষায়): | #Saudi #Women2Drive #FreeManal 彼女は、サウジアラビアにおける女性権利に対する敵の批判も次のようにした: |
21 | ফোউজআবদে,অভিভাবক বা সাথে থেকে আমাদের বিশুদ্ধতা এবং সম্মানের খেয়াল রাখবে আমাদের এমন কারো প্রয়োজন নেই। | @monaeltahawy: #Saudi 王族や超保守の聖職者は、女性4人が運転をするための準備が社会に整っていないと主張する。 |
22 | চলে যান। | 女性4人の権利を受け入れる準備が整っていない王族や聖職者と言った方が近いのでは。 |
23 | রানা আল-আবদুলরাজাক (রানাতি০১) কুয়েতের এক নারী, যে টুইট করে, তিনিও মানাল আল-শারিফের সাথে একাত্মতা প্রদর্শন করেছেন[আরবী ভাষায়]: | 若いサウジ女性のツイッター利用者Fouz Abdullahは、Manalについてと、女性が車を運転する合法的権利についてツイッターで書き、女性と闘う宗教警察に警告した: |
24 | রানাতি০১:মানাল আল-শারিফ আজ যা করেছেন তা সত্যিকার অর্থে এক সাহসিকতাপূর্ণ কাজ। | 純潔さや名誉を守るのに、保護者、つまり我々を監視する人なんて要らない。 ほっておいて! |
25 | এক নারী, উপেক্ষা এবং পুরুষতন্ত্রের যে ঐতিহ্যে, তার বিরুদ্ধে লড়াই করেছেন। | クウェートの女性ツイート利用者Rana Al-Abdulrazaqは、次のように述べてManal Al-Sharifとの連携の姿勢を示しさえした: |
26 | আরেক সৌদি নারী নাওয়ারাহ আসাদ (@নাওয়ারা৮২) সমাজের এই বিবৃতিকে পরিহাস করেছে যে, তারা সৌদি নারীদের “রাণী” বলে মনে করে, কাজে তারা কাজ করবে না বা গাড়ী চালাবে না, তার বদলে তারা বাসায় থাকবে এবং ঘরের কাজ করবে: | サウジ女性Nawwarah Ashadは、サウジの女性は家庭の「女王」なのだから、これまでのように家庭を守って食事の世話をしてきた以外に、働いたり運転したりすべきではないとする社会の考えをあざ笑った: |
27 | @নাওয়ারা৮২: কি ভাবে আমি সৌদিতে নিজেকে এক #রাণী হিসেবে দাবী করতে পারি, যখন একজন রাণী দেশকে শাসন করতে পারে, কিন্তু আমি এমনকি এখানে পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারি না এবং নিজেকে শাসন করার জন্য আমার এক অভিভাবকের দরকার হয়। | どうして私がサウジで女王なの。 女王は国を支配するのに、私は地方議会選挙の投票すらできず、自分を守るのに保護者が必要なのよ。 |
28 | মিশরীয় টুইটারকারী মাহা হোসনী (@মাহা১১৪৪১১) মাহা যা করেছে তার গুরুত্ব সম্বন্ধে লিখেছে। সে বলছে: | エジプト人のツイッター利用者 Maha Hosny (@FouzAbd)は、Manalが再び逮捕される前に、彼女がした行為の重要性を次のように書いた: |
29 | @মাহা১১৪৪১১: মানাল জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু ইতিহাসে প্রবেশ করেছে। | @FouzAbd:Manalは監獄の外にいるけれども、歴史に名を残した。 |
30 | সে তার যোগ্য। | 尊敬に値する。 |
31 | এমন এক অধিকার, যা এ রকম এক নারীর সে অধিকার অর্জনের জন্য লড়াই করতে করতে হচ্ছে, সেই অধিকার হারাতে দেব না। | このような女性たちが、獲得するために闘っている権利は失われないだろう。 |
32 | এটা অন্যতম এক মৌলিক অধিকার, কেন! | これは最もありふれた権利のひとつなのに、なぜ、与えられないの! |
33 | #মানালাআলশারিফ | #manalalsharif |
34 | আরেকজন সৌদি টুইটারকারী, আব্দুল আল-আলামি (@আজিজআলালামি) মানালের গ্রেফতারের ব্যাপারে মন্তব্য করেছে: | サウジのツイッター利用者 Abdulaziz Al-Alami (@AzizAlAlami)は、Manalの逮捕についてコメントした: |
35 | @আজিজআলাআলামিঃ মাঝরাতে মানালকে তার বাসা আরামাকো শিবির থেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। | @AzizAlAlami:アラビア・アメリカ石油会社の宿舎内にある自宅から、真夜中に警察署まで連行されたManal。 |
36 | আপনারা এক রাণীর প্রতি ঠিক এরকম আচরণ করে থাকেন, তাই না। | そう、それが女王を扱うやり方なのさ。 |
37 | #সৌদি #ফ্রিমানাল। | #Saudi #FreeManal |
38 | আরেকজন সৌদি টুইটারকারী হেবা আল-বুতাইরি (@এইচ_এবা), যে কিনা সৌদি নারীদের জন্য পরে অনলাইনে সক্রিয় হয়েছে, সে মানাল সম্বন্ধে লিখেছে, সে বলছে: | サウジ女性の権利のため、インターネットで最近活動しているサウジのツイッター利用者Heba Al-Butairi(@H_eba)は、Manalについて次のように書いた: |
39 | @হে_বা#ফ্রিমানাল। | @H_eba: # Manalを解放しろ。 |
40 | দমনের ঘটনা থেকে উন্মাদনার ঘটনার দিকে নজর ফিরাই! | 抑圧政策から異常政策に切り替えたか! |
41 | তার বাসা থেকে মাঝ রাতে তাকে জোর করে ধরে আনা? | 夜中に彼女を自宅から引き出したって? |
42 | সে তো কোন সন্ত্রাসী নয়। | Manalはテロリストではないぞ。 |
43 | অনলাইনে সৌদি আরবের আরেকজন নারী একটিভিস্ট খোউলুদ আল ফাহাদ (@খোউলুদস) মানাল আল-শারিফের প্রতি সমর্থন প্রদর্শন করেছে: | オンライン活動家のサウジ女性Khuloud Al-Fahad (@khulouds) は、Manal Al-Sharifへの支持を示した: |
44 | @খোউলুদস: যে ভাবে মানালকে গ্রেফতার করা হয়েছে সে পদ্ধতির মাধ্যমে তারা আমাদের আতঙ্কিত করে, যাতে আমরা রাস্তায় গাড়ী চালাতে না যাই এবং এর মাধ্যমে তারা আমাদের পিতাকে ভয় দেখায়, কিন্তু মানাল যা করেছে তা আরো লক্ষ মানাল সৃষ্টি করবে। | Manalの逮捕のされ方が、市民を怖がらせる彼らのやり口なの。 だから、車を運転して父親を不安にさせるような外出はしないが、 Manalの行為は、無数のManalを生み出した。 |
45 | সৌদি আরবের উপন্যাসিক বাদরিয়া আল-বাসিরও (@বাদারইয়াহালবেশর) মানালের প্রতি সমর্থনে টুইট করেছে এবং তার গ্রেফতারের সমালোচনা করেছে: | サウジの小説家Badriya Al-Bishir (@badryahalbeshr)も、Manalへの支持を示し、逮捕を批判するツイートを書いた: |
46 | @বাদারইয়াহালবেশর:কে আইন ভেঙ্গেছে? | 誰が法を破ったのか? |
47 | মানাল আইন ভেঙ্গেছে অথবা আইন মানালকে আঘাত করেছে? | Manalか、それとも、法がManalに違反したのか? |
48 | কি ভাবে আইনকে সঠিক বলে মনে যদি না তা নারী এবং পুরুষ উভয়ের উপর সমানভাবে প্রযোজ্য হয়। | 男女間に平等に適用されない法律なんて、正当化されるはずがない。 |