# | ben | jpn |
---|
1 | ইকুয়েডোরে বাসন্তী রঙের এক বিস্ময়কর প্রদর্শনী | エクアドルの絶景 一面黄色の花景色 |
2 | ইকুয়েডোরের মানগাহারুকোতে পর্যটকের গুয়াইয়াকান গাছের প্রস্ফুটিত ফুলের মাঝে একটি রাত কাটানোর প্রস্তুতি গ্রহণ করেছে। | エクアドル マンガウルコでの初日の夜を、今年最初に開花するグアヤカンの木に囲まれて過ごそうと準備している旅行客たち。 |
3 | ছবি ফ্লিকারের আমালাভিদা. টিভি-এর সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | 写真はAmalvida.tvのFlickrページより、Creative Commonsライセンスに基づいて転載。 |
4 | জানুয়ারি মাসের শেষে এসে ইকুয়েডোরের বিভিন্ন প্রদেশে গুয়াইয়াকান নামক বৃক্ষ পুষ্পশোভিত হতে শুরু করে। | 1月の末に、グアヤカンの木々がエクアドル各地で開花を始める。 |
5 | এর মানে হচ্ছে দেশটিতে বসন্তের আগমন ঘটেছে আর হাজার হাজার নাগরিক প্রকৃতির এই অসাধারণ রঙে সাজার ঘটনা দেখতে এসব এলাকায় গিয়ে হাজির হয়। | つまり春が来ているということであり、この華々しく色鮮やかな現象が起こるのを見ようと何千人もの人々が集まる。 |
6 | দক্ষিণ ইকুয়েডোরে অবস্থিত লোজা প্রদেশের বোলাসপাম্বা অঞ্চলের কাজেদেরোস সীমান্ত এবং জাপোতিলো অঞ্চলের মানগাহুরকো এলাকার কিছুটা অংশ জুড়ে প্রায় ৪০,০০০ হেক্টর (৯৮,৮৪২ একর) এলাকার এক শুষ্ক বন রয়েছে। | ロハ県には40,000ヘクタール(98,842エーカー)を超える広さの乾燥林がある。 |
7 | এ সময় বিশাল এই অঞ্চল জুড়ে দেখা যাবে গুয়াইয়াকান বৃক্ষের এক যাদু, এই সব গাছে চমৎকার ও মনোহর হলুদ এক ফুল এমন ভাবে ফুটে থাকে যেন প্রকৃতির পটে আঁকা এক ছবি। | その林は、エクアドル南部に位置するサポティージョ郡の端にある、カサデロス区、ボラスパンバ区、マンガウルコ区にわたって広がっている。 |
8 | দেশটির পর্যটন মন্ত্রণালয় গুয়াইয়াকানেসাআইসিআই এবং মানগাহুরকো নামক দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে এই সকল বৃক্ষের ভিডিও প্রদর্শন করছে: | この広い地域では、美しく繊細な黄色の花で風景を埋め尽くすというグアヤカンの木々の魔法すべてを見ることができる。 |
9 | ২০১৪ সালে অনলাইনে গুয়াইয়াকান গাছের ভিডিও দেখার জন্য কতজন নাগরিক অনলাইনে প্রবেশ করেছে, সরকারের টুইটার একাউন্ট @টুরিসমোইকো তার এক আকর্ষণীয় পরিসংখ্যান প্রকাশ করেছে: | 観光省はハッシュタグ#GuayacanesEc(エクアドルのグアヤカン)と#Mangahurco(マンガウルコ)を利用して、グアヤカンの木々の動画をネットで公開している |
10 | বিশ্ব জুড়ে প্রায় ২৩,০০০ নাগরিক গুয়াইয়াকান গাছের ফুল ফোটার ভিডিও দেখেছে। | 観光省のツイッターアカウントである@TurismoEcは目覚ましい統計値をツイートしてもいる。 |
11 | গুয়াইয়াকানেসাআইসিআই হ্যাশট্যাগের মাধ্যমে অনেকে নাগরিক এই বিষয়ে নিজেদের তোলা ছবি এবং মন্তব্য প্রকাশ করেছে। | それは、グアヤカンの木々を見ようと2014年に配信されているオンライン動画を再生した人の数である。 |
12 | ওয়াটোলেডো নামক ব্যবহারকারী গুয়াইকান গাছের উপর নির্মিত তথ্যচিত্রের রস আস্বাদনের বিষয়টি তুলে ধরেছেন এবং সেই একই হ্যাশট্যাগের অধীনে টুইট করেছেন। | 世界中で23,000人近くの人が、グアヤカンの花の動画を見た。 |
13 | লোজা জাপোতিলো- মানগাহুরকোর পর্যটনের উপর ভিত্তি করে ইকুয়েডোরের পর্যটন বিভাগের দারুন ভাবে তৈরী করা এক সংবাদ। ; | 多くの人々がハッシュタグ#GuayacanesEcを用いて写真やコメントを投稿した。 |
14 | এদিকে মানগাহুরকো থেকে সুজানা পাজিমিনো তাদের পারিবারিক এক ছবি প্রদর্শন করেছে : | ユーザーのWToledoはグアヤカンのドキュメンタリーに感謝を表し、同じハッシュタグをツイートした。 |
15 | মানগাহুরকোতে জর্জ এনরিকে এবং হোজে সালভাদর গুয়াইয়াকান-এর প্রস্ফুটিত ফুল দেখছে। | とてもすばらしいレポートだ。 ロハ県サポティージョ郡マンガウルコ区 |
16 | টুইটার ব্যবহারকারী পাইপ বলছে যে তার এই ভ্রমণ ছিল অবিস্মরণীয়: | 一方、スサーナ・パスミーニョはマンガウルコから家族写真を投稿した。 |
17 | গুয়াইয়াকানের ফুল ফোঁটার দৃশ্য অবলোকনের অভিজ্ঞতা আমি কোনদিন ভুলব না। | マンガウルコでグアヤカンが咲いているのを見ているホルヘ・エンリケとホセ・サルバドール |
18 | গুয়াইয়াকান-এর ফুল ফোটার সময়ের বিশেষ শুরু বা শেষ নেই, যদিও এ বছর-এর সময়কাল ১ ফেব্রুয়ারি পর্যন্ত। | ツイッターユーザーのPipeは、忘れられない旅になったと言った。 グアヤカンの開花を見たことを決して忘れない |
19 | উক্ত এলাকা থেকে নাগরিকদের করা পোস্টে স্যোশাল মিডিয়া ভরে গেছে। | グアヤカンの木々の開花は今年は2月1日まで続くと予想されているが、明確な始まりがなければ明確な終わりもない。 |
20 | কার্লোস জাম্বো এই সংক্রান্ত হ্যাশট্যাগে তার নিজের টুইটার ভরে ফেলেছেন: | 今年、現地にいる人たちからの投稿がすでにソーシャルメディアを賑わせている。 |
21 | লোজা, জাপোতিলো, গুয়াইয়াকানেস, ট্রুসিমো, প্রক্সিমোস (সবগুলো টুইটার হ্যাশট্যাগের নাম;) | カルロス・フンボは自身のツイッターフィードを、関連したハッシュタグでいっぱいにした。 |
22 | | ロハ県(#Loja)サポティージョ郡(#Zapotillo)のグアヤカン(#Guayacanes)が、次(#Próximos)の観光(#Turismo)の見どころだ (^ー°)b |
23 | মাচালা মোভিল নামের অনলাইন সংবাদপত্র নাগরিকদের আহ্বান জানাচ্ছে যেন তারা তাদের ব্যাগ গুছিয়ে নেয় এবং এই ফুল ফোঁটার দৃশ্য দেখার জন্য দক্ষিণ ইকুয়েডোর ভ্রমণে আসে। | オンライン新聞マチャラ・モビルは、開花のシーズンを迎えた木を見るために、荷物をまとめてエクアドル南部を訪れてはどうかと人々に呼びかけた。 |
24 | শীতের শুরুতে আপনারা দেখতে পাবেন গুয়াইয়াকান গাছে ফুল ফুটেছে। | ロハ県では、冬の初めごろからグアヤカンの開花が見られるよ。 |
25 | আর দেরি কেন, আপনার ব্যাগ গুছিয়ে ফেলুন; | 荷物をまとめて旅行の準備を! |
26 | রিকার্ডো মেদিনা গুয়াইয়াকান বৃক্ষের সৌন্দর্য্য ছবির মাধ্যমে ধারণ করতে সক্ষম হয়েছে, যা সে অনলাইনে পোষ্ট করেছে: | リカルド・メディナはグアヤカンの美しさを写真におさめることができ、それをネットに投稿した。 |
27 | রঙের উজ্জ্বল ছায়া এবং প্রাকৃতিক সৌন্দর্য্য ঘোষণা করছে যে ইকুয়েডোর এখন বসন্তে বিভোর। | まぶしい色合いと自然の美しさがまさしく春ってかんじだ 地域住民と当局により企画されたスケジュールの一環として、旅行客は地元の景色を探索するアクティビティに参加することもできる。 |
28 | উক্ত এলাকার বাসিন্দা এবং কর্মকর্তারা এই বিষয়ের সাথে এক সময়সূচি যুক্ত করেছে, যার আওতায় পর্যটকেরা অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্থানীয় প্রাকৃতিক দৃশ্যাবলী আবিষ্কার করতে পারবে, যার মধ্যে রয়েছে নির্দেশীত পথে ভ্রমণ, সাইকেল চালানো, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুড়ে বেড়ানো, ম্যুরাল, হস্তশিল্প মেলা, ছবি প্রদর্শনী এবং নিজে এক গুয়াইয়াকান গাছ রোপন এবং এটিকে স্পনসর করা। | アクティビティにはガイド付きハイキング、自然の中のサイクリング、乗馬、壁画、手工芸フェア、写真展などがあり、自分のグアヤカンを植樹してそのスポンサーになる機会もある。 校正:Takeshi Nagasawa, Takako Nose |