Sentence alignment for gv-ben-20130804-37796.xml (html) - gv-jpn-20140209-24649.xml (html)

#benjpn
1অনলাইনে বোমা হামলার হুমকি দেওয়ায় স্পষ্টভাষী চীনা গায়িকা অন্তরীণ歯に衣着せぬ中国人歌手、ネットの「爆破予告」により拘束
2অনলাইনে সরকারি ভবন উড়িয়ে দেওয়ার কথা লিখায় চীনা পুলিশ একজন সক্রিয়বাদী গায়িকাকে আটক করেছে।中国国家公安部は、ネットに政府の建物を爆破したいと書き込んだ、一人の活動家女性歌手を拘束した。
3গত ২০ জুলাই ২০১৩ তারিখে বেইজিং বিমানবন্দরে বোমা স্থাপনের পরপরই উ হংফি নামের একজন সাবেক সাংবাদিক ও বেইজিং-এ বসবাসরত এই গায়িকা চীনের সবচাইতে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েবুতে জানায় যে তিনি স্থানীয় সরকারের দুটি বিভাগ উড়িয়ে দিতে চান।2013年7月20日、ある男が北京空港で爆弾を爆発させてから程なく、元ジャーナリストで現在は北京に本拠地を置く歌手ウー・ホンファイが、中国で最も人気の高いミニブログサイト、ウェイボーに、地元にある二つの政府機関を爆破したいと投稿した。
4এর দুদিন পর বেইজিং পুলিশ “ঝামেলা তৈরীর” অভিযোগে তাকে অন্তরীণ করে।ウーは2日後、北京警察に「騒ぎの原因となった」として拘束された。
5২৬ জুলাই তারিখে বেইজিং পুলিশ নিশ্চিত করে যে মিথ্যা সন্ত্রাসী হুমকি প্রদান করায় উ কে অন্তরীণ রাখা হয়েছে, এ অপরাধে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।北京警察は、7月26日、ウーが事実無根のテロの脅威を与えたとして拘束され、5年の禁固刑になる可能性があると表明した。
6অনেকে মনে করেন এই হুমকি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু তারা সন্দেহ করেন যে উ-এর এই আটকাদেশ সরকারের সমালোচনার রাজনৈতিক প্রতিফল এবং পুলিশ তাকে উদাহরণ হিসেবে অন্যদের সামনে উপস্থাপন করতে চাচ্ছে।ウーは本気でなかったというのが大方の見方であり、彼女の拘束は過去の政府批判に対する政治的報復、または見せしめに利用したいという警察の思惑ではないかと多くの人が疑っている。
7উ-এর পোস্টটি সন্ত্রাসী হুমকি হিসেবে বিবেচ্য কিনা তা নিয়ে সিনা উইবোতে উ-এর অন্তরীণ ব্যপক আলোচনার ঝড় তুলেছে।ウーの拘束をきっかけとして、ウェイボー上では彼女の投稿がテロリストの脅迫とみなされるかどうかの議論がわき起こっている。
8গায়িকা উ ঝংফেই (ছবি সিনা উইবোর সৌজন্যে)歌手ウー・ホンファイ(ウェイボーから掲載)
9গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানা যায় ২৭,০০০ এরও বেশি অংশগ্রহণকারীর সিনা উইবোতে প্রদত্ত ভোটের প্রায় ৮২ শতাংশ ভোটার মনে করেন উ এর বক্তব্য অসংগত হলেও তাকে ফৌজদারী অপরাধে শাস্তি প্রদান করা উচিত নয়।環球時報によると、ウェイボーの投票で27,000名以上の投票者のうち82%近くが、ウーの言動は不適切ではあっても有罪判決を下されるべきではないと答えている。
10অনেক আইনজীবী ও বুদ্ধিজীবী যুক্তি দেখান যে উ এমন একটি অপরাধ করেছে যার কোন অস্তিত্ব নেই, অনেকে আবার সুন্দর সমাজের জন্য বাক স্বাধীনতার আহ্বান জানান।法律家や知識人の多くが、ウーには受けるべき罪はないと主張しており、他方で健全な社会を保つために言論の自由を望む声も出ている。 上海を本拠地とする弁護士はこう書いている [zh]。
11সাঙ্গহাই ভিত্তিক একজন আইনজীবী লিখেন:ウーが投獄されるべきかどうかが問題なのではない。
12উ কে কারাগারে প্রেরণ করা উচিত কি উচিত নয় প্রশ্নটা সেটা নয়, বাস্তবতা হল অপরাধটির কোন অস্তিত্ব নেই।事実、罪自体存在しないのだから。
13অধ্যাপক ওয়াং কুয়ানজি অন্যান্য ব্লগার কর্তৃক একই ধরণের সহিংস ভাষ্য উদাহরণ হিসেবে আপলোড করেনঃワン・チュエンジエ教授は、過去に他のブロガーたちが書き込んだ同様の過激なメッセージをネット上に掲載した [zh]。
14উ হংফেই কে যদি শাস্তি দেওয়া হয় তাহলে ওই সব ব্লগারদের কি হবে যারা প্রকাশ্যে মানুষকে হত্যার হুমকি দিয়েছে?ホンファイが有罪判決を受けるなら、公に人を殺すと脅したこのブロガーたちはどうなるのだ?
15লেখক তিয়ানু লিখেন作家ティエンヨウはこう書いている [zh]。
16গায়িকা উ হংফেই-এর আটকাদেশ জনগণকে [সরকার] এতটাই ভীত করে তুলে যে তারা মনে করে প্রত্যেকেই তাদের শত্রু।歌手ウー・ホンファイの拘束は、(政府が)ひどく臆病で、誰もが敵に見えるのだという印象を与える。
17তারা অন্যান্য ফৌজদারী মামলা কিভাবে সামলায় সেটাই আমার মনে পড়ছে।政府が他の刑事事件にどのように対処したか、思い出される。
18তারা প্রজ্ঞাহীন, সম্পূর্ণরূপে সূত্রহীন এবং নির্মম।彼らには分別などなく、無知で残忍なだけだ。
19পরিস্থিতি না বদলালে সরকার এবং আমজনতার মধ্যে উদ্বেগ আরো বৃদ্ধি পাবে।この状況が変わらなければ、政府と一般市民との間の緊張はさらに強まるだろう。
20নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্স এর অধ্যাপক কান হনগুগো বলেন সুন্দর সমাজের চাবিকাঠি হল বাকস্বাধীনতা:西北政法大学のカン・ホーングオ教授は、言論の自由が健全な社会の鍵であると主張する [zh]。 言論の自由は健全な市民社会には必要不可欠なものである。
21সুন্দর নাগরিক সমাজের জন্য বাকস্বাধীনতা প্রয়োজন।言論の自由の欠落は、不健全な政治をもたらすだろう。
22বাকস্বাধীনতা হীনতা নির্জীব সরকারের প্রতিনিধিত্ব করবে।実際、政府が法の乱用から利益も得ることは何もない。
23আসলে আইনের অপব্যবহার করে সরকারের কোন লাভ হবে না।言論の自由と抑止力がうまく互いに作用することが、政府と国民を結ぶ最も重要な真理なのである。
24বেইজিং বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ঝাং কুইয়ানফ্যান বিখ্যাত চীনা রাজনীতিবীদ এবং বুদ্ধিজীবী লুও লঙ্গজিকে উদ্ধৃত করেনঃ北京大学の法科教授ジャーン・チエンファンは、中国で有名な政治家であり、知識人であるルオ・ローンジーの言葉を引用している [zh]。 「言論の自由の抑制は、表現の自由よりさらに危険である。」
25বাকস্বাধীনতা দমনের চাইতেও বেশি খারাপ হল মত প্রকাশের স্বাধীনতা দমন।国民の反応は、暴力による脅しの予兆があっても冷静で理性的、もしくは極端で過激になるかのどちらかだ。
26নাগরিকদের মন্তব্য হবে সুচিন্তিত ও যুক্তিসঙ্গত, কিংবা চরম ও গোঁড়ামিপূর্ণ, এমনকি তাতে সহিংস হুমকিও থাকতে পারে, কিন্তু যে পর্যন্ত আলাপ-আলোচনার সুযোগ থাকবে সে পর্যন্ত আপনি এমনকি আইনের দোহাই দিয়েও বাক স্বাধীনতা দমনের জন্য রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করতে পারেন না।しかしそこに話し合いと説得の余地がある限り、法の名の下であるとしても、国家機構を言論の自由の抑圧に利用するべきではない。 校正:Eiji Suyama