Sentence alignment for gv-ben-20140806-44380.xml (html) - gv-jpn-20140911-30943.xml (html)

#benjpn
1দক্ষিণ পূর্ব এশিয়ায় আসছে বিশ্বের প্রথম ডেঙ্গু রোগের টীকা世界初のデングワクチンが来年にも東南アジアで利用可能に
2ফিলিপাইন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।フィリピン政府公式ウェブサイトより引用
3দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচটি দেশে ডেঙ্গুর টীকা পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল বেশ উৎসাহব্যঞ্জক।5つの東南アジア諸国で試験が行われているデングワクチンの有望な結果を受けて、東南アジア地域の政府と研究者は、世界初のデングワクチンが来年にも利用可能になるであろうと発表した。
4এর ফলে এই অঞ্চলের সরকার ও গবেষকরা আশা করছেন, আগামী বছরের মধ্যে বিশ্বের প্রথম ডেঙ্গুর টীকা পাওয়া যেতে পারে বলে ঘোষণা আসতে পারে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইনের ১০,২৭৫ টি (২ থেকে ১৪ বছর বয়সী) শিশুর উপর এই টীকার পরীক্ষা করা হয়।ワクチンは、インドネシア、マレーシア、タイ、ベトナム、フィリピンの2歳から14歳までの子供ら10,275名で試験され、全体で56.5%の有効性が認められた。
5পরীক্ষায় টীকাটির সামগ্রিক কার্যক্ষমতা প্রকাশ পেয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ। তিন ডোজ দেওয়ার পরে টীকাটি একটি শিশুর উন্নয়নশীল ডেঙ্গু হেমোরেজিক জ্বরের সম্ভাবনা ৮৮ দশমিক ৫ শতাংশ কমিয়ে ফেলে।ワクチンを3回接種した後、デング出血熱へと子供の症状が進行する可能性は88.5%減少したとされ、また、デング熱による入院リスクも67%減少した。
6এছাড়াও ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে ৬৭ শতাংশ।デング熱と出血熱に対して有効性が確認された、初めてのデングワクチン
7ডেঙ্গু জ্বর ও জ্বরের বিরুদ্ধে কার্যক্ষমতা প্রদর্শন করতে প্রথম ডেঙ্গুর টীকা।研究者たちによれば、デングワクチンまであと1年。
8গবেষকরা বলছেন, ডেঙ্গু টীকা এখন শুধু একটি বছর দূরে। ডেঙ্গু হচ্ছে এডিস মশা বাহিত একটি ক্রান্তীয় ভাইরাস।デングウイルスは、ネッタイシマカによって媒介される治療法の判明していない熱帯性のウイルスである。
9এখনও পর্যন্ত এর সুপরিচিত কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের ডেঙ্গুর ঝুঁকি রয়েছে।世界保健機関(WHO)によれば、世界人口の約40%が、デングウイルス感染の 危険 にさらされているという。
10প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন মানুষের ডেঙ্গু সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়; এর প্রায় ৭৫ শতাংশই দেখা যায় এশিয়া প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়।毎年、最大で約1億人の感染者が報告されており、そのうちの75%ほどはアジア・太平洋地域、特に東南アジアで 見られる 。
11সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।デング熱への集団感染は、いくつかの東南アジア諸国において、ここ数年で 増加 している。
12আগামী বছরের জুলাই মাসে প্রথম ডেঙ্গু টিকা পাওয়া যাবে।初めてのデング熱ワクチンが来年の7月までに登場
13মালয়েশিয়ায় #ডেঙ্গু রোগের নজিরবিহীন প্রাদুর্ভাব ঘটেছে এবং #সিঙ্গাপুরে ১ জনের মৃত্যু হয়েছে।マレーシアでの前例のないデング熱症例の急増と、シンガポールでのデング熱による1名の死。
14ডেঙ্গু হচ্ছে একটি যুদ্ধ, যার বিরুদ্ধে সবাইকে লড়তে হবে!デング熱は誰もが戦わなければならない戦争だ!
15এই অঞ্চলের দ্রুত নগরায়নকে এর কারণ হিসেবে অনেকে মনে করেন।このことは、地域一帯の急激な都市化が原因であると多くの人々が考えている。
16মালয়েশিয়া থেকে ভাইরাসবিদ দাতুক ডঃ লাম সাই কিট ডেঙ্গুকে একটি শহুরে রোগ বলা বর্ণনা করেছেনঃマレーシアのウイルス学者であるラム・サイ・キット博士は、デング熱は都市型の病気であると 説明 する。
17যদি একটি শহুরে এলাকায় থাকার জন্য অনেক মানুষ আসে, তাহলে তাঁদের মধ্যে সংক্রমণে সমর্থ ​​অনেক বেশি মানুষ আপনি খুঁজে পাবেন।都市部への人口流入が増えれば、それだけ感染予備軍が多いことになる。
18এটির সংস্পর্শে এলেই তাদের অনেকেই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হতে পারে।デングウイルスに接触すれば、そのような人々の多くが発症する可能性がある。
19গত সপ্তাহে ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সরকার একটি সফল টিকা পরীক্ষার কথা ঘোষণা দেয়, যা চার প্রজাতির ডেঙ্গু জ্বর প্রতিরোধে সক্ষম। এটি এই রোগের একটি উপসর্গ।先週(訳注:原文掲載日は8月2日)、 フィリピン、マレーシア、 タイ の政府は 4つの血清型のデング熱とその症状の一種である出血熱を防ぐことが出来るワクチンの試験が成功したと発表した。
20মজার বিষয় হচ্ছে, খবর বলা হয়েছে, প্রতিটি দেশই ডেঙ্গুর টীকা গবেষণায় নেতৃত্ব দিয়েছে।興味深いことに、それぞれの国がデングワクチンの研究において最先端であるかのように報道 している。
21পাঁচটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ওষুধ কোম্পানি সানোফি পাসচার গত দুই দশক ধরে এশিয়ান ডেঙ্গু টিকা পরীক্ষার গবেষণা কাজ চালিয়ে আসছে।その背景には、東南アジア5カ国と協働し、過去20年にわたってアジアでのデングワクチンの 研究 と実験を行っている製薬会社のサノフィパスツールの存在がある。 デングワクチンの試験が最終段階に入っているというニュースはこの企業の研究が基になっている。
22তাদের সর্বশেষ সমীক্ষার সংবাদে ডেঙ্গুর টীকা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের ঘোষণা রয়েছে।しかしながら、この研究ではワクチンの限界にも 触れられ ている。
23কিন্তু একই গবেষণায় টীকাটির সীমাবদ্ধতার কথা উল্লেখ রয়েছে।ライターのダミアン・ガードはこう指摘 する。
24লেখক ডেমিয়েন গার্ডে এটি উল্লেখ করেছেন:ワクチンの幅広い有効性が認められる一方で、データを子細に観察すると、注意すべき点を見つけることができる。
25টীকাটির ব্যাপক কার্যক্ষমতা সত্ত্বেও, তথ্যের দিকে নিবিষ্ট দৃষ্টি আরো সূক্ষ্ণ ছবি দেখিয়ে দিবে।デングウイルスには、4つの血清型が存在し、サノフィパスツールのワクチンは1型、3型、4型に対しては有効に作用するが、2型に対しては34.7%の有効性しか認められなかった。
26ডেঙ্গু মূলত চারটি প্রজাতি থেকে আসে এবং সানোফির চিকিত্সা ধরন ১,৩ ও ৪ নং এর বিরুদ্ধে ভাল।アジアでもっともよく見られる血清型に対し、統計的な有意性を欠いているのである。
27কিন্ত ২ নং সেরোটাইপের ক্ষেত্রে এর কার্যক্ষমতা মাত্র ৩৪.さらに、研究者たちは、患者の年齢が高いほどワクチンの有効性は増した一方で、最年少の患者においてはもっとも効果が小さかったことに言及した。
28৭%। এই পরিসংখ্যানে এশিয়ার সবচেয়ে সাধারণ রোগের চিকিৎসা তাত্পর্য অনুপস্থিত।アジアでのデングワクチンが来年にも利用可能になったとすれば、2020年までにデング熱撲滅を目指す世界的な運動にとって、大きな後押しとなるだろう。
29আগামী বছর এশিয়ান ডেঙ্গু রোগের টীকা পাওয়া গেলে, ২০২০ বছরের মধ্যে বিশ্বব্যাপী ডেঙ্গু নির্মূলের ক্ষেত্রে একটি বড় ধরণের পদক্ষেপ ফেলা সম্ভব হবে।校正:Yoshiki Oda