# | ben | jpn |
---|
1 | নেপালের দূর্গম গ্রামের এই তরুণী ফুটবলাররা মেসির চাইতেও বেশি জনপ্রিয় | ネパールの辺境の村でメッシより人気のサッカー少女 |
2 | প্রতিযোগিতায় অংশগ্রহণের পর সুনাকালির প্রমীলা ফুটবল দলের বাড়ি ফেরার স্ক্রিনশট | スナカリさんの女子サッカーチームが大会後地元に凱旋する様子のスクリーンショット |
3 | নেপালের দরিদ্রতম জেলা মুগুতে কোন ফুটবল স্টেডিয়াম নাই, কিন্তু এ জেলায় রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় সন্তান লিওনেল মেসির চাইতেও বেশি জনপ্রিয় ফুটবল তারকা। | ムグ郡は、ネパールの中でももっとも貧しい地域の一つで、サッカー競技場ひとつすらない。 |
4 | তিনি একজন নারী। | だが、大注目のサッカー選手がここにいる。 |
5 | নেপালের জনপ্রিয় ব্লগ মাইসংসার এর প্রতিবেদনে জানা যায় জাতীয় প্রমীলা ফুটবলে জয়লাভের পর সুনাকালী ও তাঁর দলকে এমন ভাবে তাদের এলাকায় স্বাগত জানানো হয়েছে যেন তারা ব্রাজিলে বিশ্বকাপ জয় করেছে। | アルゼンチンの有名なリオネル・メッシ選手のように崇拝されているというその選手は、なんと女の子である。 ネパールの人気ブログ、Mysansarによると、スナカリさんのチームは女子サッカーの全国大会で優勝し、まるでブラジルのワールドカップで優勝したかのように熱烈な歓迎を受けている。 |
6 | কাইলালিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ তরুণীরা তাদের জীবনে প্রথমবারের মত তাদের পাহাড়ি জেলার বাইরে যায়। | 選手の女の子たちは大会に参加するため、生れて初めてこの山間地域を離れ、数百キロ先の開催地であるカイラリ郡に向かった。 2日間歩いたのち、ようやく滑走路に着くと、今まで乗ったことのない飛行機や人力車や牛車で旅を続けた。 |
7 | তাঁদের এ পরিভ্রমণ ছিল হাজার কিলোমিটারেরো বেশি। | カイラリ郡とムグ郡の間に直通道路はなく、あるのは、劣悪な状態の道ばかりである。 |
8 | ছোট বিমানবন্দরে পৌঁছাতে তাঁদের দুইদিন হাটতে হয়েছে এবং তারপর জীবনে প্রথমবারের মত প্লেন, রিকশা ও গরুর গাড়িতে চড়তে হয়েছে। | 大会でムグのチームは、ラリトプル郡Badikhel村のチームと対戦、次いでカイラリ郡Baliya市のチーム、Patharaiya市のチーム、決勝ではティカプール市のチームと対戦した。 |
9 | কাইলালি ও মুগুর মধ্যে কোন সরাসরি সড়ক যোগাযোগ নেই, আর যেটা আছে সেটার অবস্থা খুবই খারাপ। | チームは優勝し、スナカリさんは最優秀ストライカーに選ばれた。 この功績がこれほど印象に残るのには、たくさんの理由がある。 |
10 | প্রতিযোগিতায় মুগু দল ললিতপুর জেলার বড়িখেল দলের সাথে খেলে। | まず、この少女たちが2011年に初めてこのスポーツを始めたという事実がある。 |
11 | ফাইনালে টিকাপুর দলের সাথে খেলার আগে তারা কাইলালির বালিয়া দল ও পাথারিয়া দলকে পরাজিত করে। | また、ムグ郡の平均寿命が、全体では47歳で、男性49歳、女性39歳であること。 |
12 | ফাইনালে মুগু দল বিজয়ী হয় এবং সুনাকালি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। | ムグ郡の15歳から19歳の少女のうちの3分の2近くが結婚していること、女性の識字率が9%であること。 |
13 | নানা কারনে এ অর্জন তাৎপর্যপূর্ণ, এর মধ্যে অন্যতম হল এই নারীরা ২০১১ সালে খেলাধূলায় অংশগ্রহণ করে। | 優勝チームが戻ってくると、地元の人たちは滑走路に出迎え、「スナカリはまるでメッシだ!」 |
14 | মুগুতে মানুষের গড় আয়ু ৪৭ বছর, পুরুষের ৪৯ আর নারীদের ৩৯। | と繰り返し歌い称賛した。 そして村に戻る少女たちのために馬が用意された。 |
15 | ১৫- ১৯ বছর বয়সী মেয়েদের প্রায় দুই-তৃতীয়াংশই বিবাহিত, নারী শিক্ষার হার ৯ শতাংশ। | 女性が動物に乗ることはめったにないムグでは、これは敬意の表れとなる。 |
16 | বিজয়ী দল প্রত্যাবর্তনের পর স্থানীয়রা এয়ারস্ট্রীপে তাদের সাথে দেখা করতে আসে এবং স্লোগান দেয়, “সুনাকালি মেসির মত!” | ジャーナリストのBhojraj Bhat氏は、少女たちの旅をもとにしたドキュメンタリー映像を、この7月完成に向けて制作を進めている。 |
17 | গ্রামে যাওয়ার জন্য তাদের জন্য ঘোড়ার আয়োজন করা হয়, মুগুর জন্য এটা অনেক সম্মানের বিষয়, কারন সেখানকার নারীরা কোন প্রাণীর উপর আরোহণ করেননা। | YouTube上に公開された「スナカリ:少女たちの栄光への旅」という予告動画では、ムグ郡の生活の様子をかいま見ることができる。 |
18 | নারীদের এই সফর নিয়ে সাংবাদিক ভোজরাজ ভাট একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, এ ডকুমেন্টারিটি জুলাই-এ মুক্তি পাবে। | 大会で勝利したあと、スナカリの名はムグ郡では広く知れ渡り、ソーシャルメディア上でも彼女の話が広まっている。 |
19 | “সুনাকালীঃ গৌরবের পথে কিশোরী মেয়ের যাত্রা” শিরোনামে ইউটিউব প্রমোতে মুগুর জীবনযাত্রার এক ঝলক দেখা যাবে। | ネット上で評判になったのに続き、ネパール語の週刊新聞Saptahikもスナカリさんの特集記事を掲載した。 |
20 | প্রতিযোগিতায় জয়লাভের পর, সুনাকালী মুগুর সাধারণ নামে পরিণত হয়েছে, এবং সামাজিক প্রচার মাধ্যমে তাঁর কাহিনী ছড়িয়ে পড়েছে। | また、Bhat氏は新聞の一面をツイ-トしている。 |
21 | নেপালী সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ইকান্তিপুর সুনাকালীর সাক্ষাৎকার নিয়েছে তার ইন্টারনেট সুনামকে অনুসরণ করে। | ネパールのメッシ、スナカリ! |
22 | ভোজরাজ ভাট প্রকাশনা কভারটি টুইট করেনঃ | Mysansarブログの一番熱狂的なニュースが、Saptahik紙に掲載されたよ。 |
23 | সুনাকালী নেপালী #মেসি! | ツイッターユーザーのSurajは、自らは映画好きでクリケットファンだと言うが、スナカリさんがトロフィーを抱えて母親と写っている写真をツイートした。 |
24 | #মাইসংসার- এর(৭৫,১৩৯) সবচেয়ে গরম খবর আসছে @সাপ্তাহিক ২ ডে তে http://t.co/R4Zj6TkA4o) pic.twitter.com/qBg107YSf4 - ভোজরাজ ভাট (@@bhojbhat) | ムグのメッシこと、スナカリ・ブッダ。 母親と一緒に |
25 | স্বঘোষিত মুভি পাগল এবং ক্রিকেট ভক্ত টুইটার ব্যবহারকারী সুরজ সুনাকালী ও তাঁর মায়ের ট্রফি হাতে নিয়ে তোলা ছবি টুইট করেছেনঃ | また、人気のネパール人ブロガー、Lex Limbuが書いた彼女についての記事は、世界中のネパール人に読まれている。 |
26 | মগুর মেসিঃ সুনাকালী বুধা ও তার মা | ムグ郡のスナカリさんの村では、テレビを見たり、インターネットを利用することは今でも夢のような話だ。 |
27 | প্রখ্যাত নেপালী ব্লগার লেক্স লিম্বু সুনাকালীকে নিয়ে তাঁর ব্লগে লিখেন, তাঁর এ লেখা বিশ্বের নেপালীদের মধ্যে ছড়িয়ে পড়ে। | それなのに、スナカリさんとメッシ選手がこれだけ比較されているのを見ると、社会学専攻の学生、Saroji Chapagaiさんは疑問を持たずにいられない。 |
28 | সুনাকালীর গ্রাম মুগুতে টেলিভিশন ইন্টারনেট এখনও স্বপ্ন, সমাজতত্ত্বের শিক্ষার্থী সরোজ চাপাগাই সুনাকালী ও মেসির তুলনা করে বিস্মিত হনঃ | スナカリさんもこのメッシの試合を見てるのかなあって、昨日観戦しながらしみじみ考えちゃったよ。 (訳注:7月10日のW杯ブラジル大会準決勝アルゼンチン・オランダ戦のこと) |
29 | গতকাল সুনাকালী মেসির খেলা দেখতেও পারে নাও পারে কিন্তু খেলা দেখে আমি আলোড়িত হয়েছি। | 校正:Yuko Aoyagi |