Sentence alignment for gv-ben-20080421-813.xml (html) - gv-jpn-20080506-350.xml (html)

#benjpn
1দামেস্ক: প্রাচীন নগরীর বিনাশシリア:ダマスカス旧市街の破壊
2দামেস্ক অবিচ্ছিন্ন ভাবে মানব বসবাসের ইতিহাস সমৃদ্ধ বিশ্বের সুপ্রাচীন নগরী হিসেবে অহঙ্কার করে থাকে।ダマスカスは連続的に人が居住した世界最古の都市であることを誇る。
3খ্রীষ্টপূর্ব ৮০০০ সাল থেকে এই নগরীর ইতিহাস সমৃদ্ধ।ダマスカスの歴史は紀元前8000年にまでさかのぼる。
4দামেস্কের পুরানো পথ ঘাটের প্রতিটি প্রান্তে ঐতিহাসিক কালের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।古い路地にはいたる所に全ての時代の面影が見られる。
5ভূমিকম্প থেকে আগ্রাসন - সব ধরণের দুর্যোগ প্রতিহত করে যে শহর প্রায় দশ হাজার বছর টিকে রয়েছে তা এখন “আধুনিকায়নের” হুমকির মুখে বিধ্বস্ত প্রায়!1万年近くも地震から侵略まですべてを乗り越えてきたこの都市はいま、「モダニズム」の脅威の下で崩れようとしている!
6সিরিয়া নিউজ উইয়ার এর সাসা প্রাচীন নগরী দামেস্কের অবস্থা এবং এর সংরক্ষণের চালচিত্র একটা সিরিজ পোস্টে সংকলন করেছেন।Syria News WireのSasaは、ダマスカス旧市街の状況についての一連のエントリーや、旧市街の保護と保存のために行われている取り組みを集約した。
7সিরিজের প্রথম খন্ডে পুরানো নগরীর দেয়ালের বাইরে সড়ক সম্প্রসারণের জন্য প্রাচীন আল-আমারা বসতি উচ্ছেদের গত বছরের পরিকল্পনার উপরে আলোকপাত করা হয়েছে।第1部では、旧市街の壁の外にある道路を拡張するために古代地区Al-Amaraを取り壊すという昨年持ち上がった計画を取り上げている。
8উক্ত পরিকল্পনা সিরিয়ানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার করে এবং পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ সংগঠিত হয় সর্বত্র।この計画はシリア人の間で怒りをかい、とりあえず密かに中止されるまで、いたるところで抗議行動が行われた。
9দোকানীরা এই পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং ফেসবুক ও ব্লগারদের একটা ক্যাম্পেইন ও অনুষ্ঠিত হয়েছিল।店主たちはこの計画に激怒し、Facebookやブロガーのキャンペーンが立ち上げられた。
10পরবর্তীতে একটা পিটিশন তৈরি করা হয়।これは請願運動へとつながった。
11কালক্রমে সাংবাদিকেরা প্রস্তাব গুলি সম্পর্কে অনুসন্ধান করা শুরু করেন এবং এটা আন্তর্জাতিক সংবাদ হয়ে ওঠে।そして最終的には、ジャーナリストたちがこの企画案をかぎつけ、国際ニュースとなった。
12মাত্র কয়েক মাস পূর্বে আরব সংস্কৃতির রাজধানী হিসেবে দামেস্কের বছর শুরু হতেই সবচেয়ে বড় ধাক্কাটি আসে ইউনেস্কোর হুমকিতে।そして、 ダマスカスのアラブ文化の首都年開始のほんの数か月前に、旧市街保護のためにさらに取り組みが行われないのならダマスカスを世界遺産から除外するとユネスコが脅しをかけるという一撃。
13প্রাচীন নগরী সংরক্ষণের আরো উদ্যোগ গ্রহণ না করলে দামেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কেড়ে নেয়া হবে। বাব আল-ফারাদিস, আল-আমারা, দামেস্কダマスカス、al-Amara地区Bab al-Faradis
14দ্বিতীয় খন্ডে তুলে ধরা হয় প্রাচীন দামেস্কের সবচেয়ে দীর্ঘ ও পুরাতন সড়কের মধ্যে অন্যতম মেধাত পাশা সড়কের (স্ট্রিট কলড স্ট্রেইট) সংরক্ষণ-প্রচেষ্টা।第2部は、ダマスカス旧市街で最も長く古い道のひとつである「まっすぐな道」での保存活動を取り上げている。
15সাসা এই প্রকল্পের গুরুত্ব স্বীকার করেন যেহেতু সড়কটি দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, কিন্তু আবার শোক প্রকাশও করেছেন দুর্বল পরিকল্পনা ও সংস্কৃতিগত গুরুত্ববাহী প্রাচীন বাজারের অংশবিশেষ যেমন প্রাচীন অটোমান যুগের ছাদ বাছবিচারহীনভাবে পুন:স্থানান্তর করার জন্য।Sasaは、この通りは長い間しがらみを受けてきたので計画の重要性を認めてはいるものの、計画のまずさと、オスマン時代の古い屋根など特別な意味を持つ古代市場の重要な部分が見境なく建て替えられていることを嘆いている。
16এই ছাদের একটা বিশেষ তাৎপর্যের কথা তিনি জানান: মেধাত পাশা এবং আল-হামিদিয়াহ বাজারের উপরে টিনের ছাদ স্থাপিত হয় অটোমানকালে প্রধান বাজার পুন:নির্মাণের সময়।「まっすぐな道」とスーク・ハミディーエに掛けられたブリキの屋根は、オスマン時代の主要スーク(市場)改装にまでさかのぼるものだ。
17ফরাসী আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহে বন্দুকের গুলিতে ছাদ ছিদ্র হয়ে গিয়েছিল।フランスによる占領に対する反乱時に、銃弾によって穴があいた。
18এবং এইভাবে কেটে যায় একশ বছর।そしておよそ100年間そのままの状態だ。
19বাজারে অন্ধকারে ছাদ ভেদ করে সূর্য রস্মির পতন মোহনীয় যা স্বাধীনতার জন্য সিরিয়ার সংগ্রামী ইতিহাসের কথা প্রত্যহ স্মরণ করিয়ে দিত।暗いスークの中に差し込める日の光はまばゆいほどに美しく、シリアの独立への苦悩を日々思い起こさせる。
20কিন্তু শতাব্দী পুরাতন ইতিহাস মন্ডিত মেধাত পাশার কৃষ্ণকায় ছাদ পুন:নির্মাণ করা হয়েছে নতুন শুভ্র এক আচ্ছাদনে।しかし、「まっすぐの道」の歴史によって装飾され数世紀もの歴史をもつ黒い屋根は、新しい白いものに取り替えられている。
21মেধাত পাশা সড়ক (স্ট্রিট কলড স্ট্রেইট) এর সুপ্রাচীন টিনের ছাদসহ古いブリキの屋根が掛かる「まっすぐの道」
22তৃতীয় খন্ডে আমাদের ঘুরিয়ে দেখায় পুরাতন সারউজাহ বসতি যার একাংশ বৈশিষ্ট্য হীন এপার্টমেন্ট ব্লক তৈরি জন্য বিনষ্ট করে ফেলা হয়েছে।第3部は、過去に個性のないマンション群の場所を作るための破壊に直面した古い地区Saroujahへと私たちを案内する。
23বসতির অবশিষ্ট অংশে বুলডোজার চালানোর পরিকল্পনা আপাতত বন্ধ আছে; এ বছরের শেষে সিদ্ধান্ত নেয়া হবে পুরোটা ধ্বংস করা হবে কি হবে না, সাসা জানান:この地区の残りの区域を取り壊す計画は保留となり、計画を遂行するか否かは今年末までに決定されるとSasaは言っている:
24কিন্তু সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় প্রাচীন নগরী রক্ষণাবেক্ষণকারী একটি সংস্থা সারউজাহর দায়িত্ব নিয়েছে।しかし最近、旧市街を管理する-そして欧州連合とうまく連携している-組織が、Saroujahの責任を引き継いだ。
25এখন কি সারউজাহর ভাগ্যে পরিবর্তন প্রত্যাশা করা যায়?Saroujaの運命が変わるかもしれない?
26বিগত কয়েক মাসে তারা এলাকাটিকে পুন:আচ্ছাদিত করেছে (মেধাত পাশার চেয়ে অনেক কম ঝামেলায়)।ここ数か月で、地区の一部を再舗装した( Medhat Pashaほど不便が生じることもなかった)。
27এর কি অর্থ আর কোন ধ্বংসলীলা সংগঠিত হবে না?これでもう破壊はありえないということ?
28প্রাচীন নগরী আধুনিকায়ন কর্তৃপক্ষের প্রকাশিত নথিপত্রে দেখা যায় তারা এ বছরের শেষে সারউজাহের ভবিষ্যত নির্ধারণী সিদ্ধান্ত নিতে যাচ্ছে।旧市街近代化当局が発表した文書によると、彼らはSaroujahの未来について今年末までに決断を下すという。
29সারউজাহ, দামেস্কダマスカス、Sarouja
30নতুন কর্পোরেট সংস্কৃতির নখর প্রাচীন নগরীর চারপাশে চেপে বসায়, সংরক্ষণের জন্য সুশীল সমাজের প্রচেষ্টাকে একমাত্র অবলম্বন মনে হচ্ছে যেহেতু তারাই আল-আমারা ধ্বংসাত্মক পরিকল্পনাকে পরিবর্তন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে।旧市街に新しい企業文化が強まる中で、旧市街を守る唯一の方法は市民社会による取り組みだ。al-Amaraの悲惨な計画を取りやめさせることができたのだから、トンネルの先にはまだ望みがあるのかもしれない。
31সুতরাং গুহার শেষে এখন আশার রশ্মি দেখা যাচ্ছে। ছবি সাসার সৌজন্যে প্রাপ্ত写真はSasaの提供による