Sentence alignment for gv-ben-20090723-4382.xml (html) - gv-jpn-20090923-1019.xml (html)

#benjpn
1কলম্বিয়া: কোথায় সব থেকে ভালো বুনুয়েলো পাওয়া যায়?コロンビア:おいしいブニュエロを探せ
2বুনুয়েলো একেবারে ঐতিহ্যবাহী কলম্বিয়ার এক নাস্তা যা ক্ষুধার উদ্রেক করতে পারে কেবলমাত্র এর নামের উল্লেখেই।ブニュエロ(buñuelo)は、コロンビアで定番のおやつ。
3এমনই অভিজ্ঞতা সম্প্রতি হয়েছে একদল কলম্বিয়ান টুইটার ব্যবহারকারীদের মধ্যে, যারা ঠিক করেছিলেন যে তাদের প্রিয় বুনুয়েলো কেনার স্থানের কথা আলোচনা করবেন, আর তার সাথে এই ঐতিহ্যবাহী নাস্তা সম্পর্কে তাদের প্রিয় দিকগুলো জানাবেন।その名前を聞くだけで食べたくなってしまう。 コロンビア人のTwitterユーザたちは、彼らのお気に入りのブニュエロの店や、この定番おやつの好きな点について話し合うことになった。
4আটা এবং পনির দিয়ে তৈরি করে তারপরে বলের মতো করে বুনুয়েলো ভাজা হয় আর এটা রাস্তার বিক্রেতা থেকে বা বিশেষ দোকান থেকে ক্ষুধার্থ ক্রেতারা কিনতে পারে।小麦粉とチーズを丸めて作るブニュエロは、通常揚げてあり、屋台などの店で買うことができる。
5যদিও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে বুনুয়েলো তৈরি ও খাওয়ার প্রক্রিয়া আলাদা আলাদা হতে পারে, কলম্বিয়ার বুনুয়েলো ছুটির সময়ে খাওয়া হয়, কিন্তু বছরব্যাপীও খাওয়া যায়।ブニュエロはラテンアメリカの国によって様々。 コロンビアのブニュエロはクリスマスの頃に食べることが多いが、一年を通しても食べられている。
6মুনদোনেকোর ক্যামেরায় বুনুয়েলো, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত http://www.flickr.com/photos/36303292@N00/212493296/ হাইপারকনেক্টাদো ব্লগের কামিলো গার্সিয়া রাজধানী বোগোটার সহযোগী টুইটার ব্যবহারকারীদেরকে করা প্রশ্নের উত্তরগুলো একত্র করেছেন।ブニュエロ 写真:MundoNeko クリエイティブ・コモンズ・ライセンスにもとづいて使用 http://www.flickr.com/photos/36303292@N00/212493296/
7“কোথায় সব থেকে ভালো বুনুয়েলো পাওয়া যায়?”ブログHyperconectadのCamilo Garcíaは、首都ボゴタにいる他のTwitterユーザへの「一番おいしいブニュエロはどこにある?」
8এই প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন:という質問の答えを集めた:
9El buñuelo es rico.とにかくブニュエロはおいしい。
10Punto. Tostadito y esponjadito, grande o chiquito, no importa… es simplemente rico.カリカリでもスポンジ状でも、大きくても小さくても、何でもいい・・・単純においしいんです。
11Por esta razón y gracias a la colaboración de Twitters colombianos se crea La Ruta del Buñuelo en Bogotá que busca ubicar y destacar los mejores buñuelos de la ciudad. বুনুয়েলো খুব মজার।という訳で、コロンビアのTwitterユーザーのおかげで、ボゴタ市内のおいしいブニュエロの場所を示し紹介する「La Ruta del Buñuelo en Bogotá(ボゴタ、ブニュエロの道)」ができました。
12এ নিয়ে দ্বিমত নেই। মচমচে আর নরম, বড় বা ছোট, কিছু যায় আসে না… এটা সত্যিই মজার।Catalina Alba、Victor Solano、Hector Linaresなど多くのTwitterユーザが、この呼びかけに応えた。
13এই কারনে অন্যান্য কলম্বিয়ার টুইটার ব্যবহারকারীদের সাহায্যে বোগোটার বুনুয়েলোর পথ তৈরি হয়েছে।彼らは、市内にある一番おいしいブニュエロが買える店を紹介している。
14যেটা চাচ্ছে শহরের সব থেকে ভালো বুনুয়েলোর সন্ধান করা এবং তার প্রচার করা।このオンラインディスカッションは、一番おいしいブニュエロの見つけ方からおいしいブニュエロの食べ方のアドバイスやブニュエロにまつわる逸話へと話が発展。
15অনেক টুইটার ব্যবহারকারী যেমন কাটালিনা আল্বা, ভিক্টর সোলানো আর হেক্টর লিনারেস এই ডাকে সাড়া দিয়েছেন।José Carlos García Rは、こう話す:
16তারা শহরের নিদির্ষ্ট স্থানের উল্লেখ করেছেন যেখানে সব থেকে ভালো বুনুয়েলো পাওয়া যায়।ブニュエロ(#buñuelo)の食べ方:僕はまず丸い部分を食べて、食べかけのりんごみたいにしてから端っこを食べる。
17কোথায় সব থেকে ভালো বুনুয়েলো পাওয়া যায় এই সংক্রান্ত অনলাইন আলোচনা থেকে টিপস পাওয়া গেছে কিভাবে সব থেকে ভালোভাবে বুনুয়েলো খাওয়া যায় আর এ নিয়ে বিভিন্ন মজার গল্প উঠে এসেছে। জোসে কার্লোস গার্সিয়া লিখেছেন:揚げられているブニュエロ 写真:Cirofono クリエイティブ・コモンズ・ライセンスにもとずき使用 http://www.flickr.com/photos/ciroduran/83584367/
18কি করে #বুনুয়েলো খাওয়া যায়: আমি গোল অংশটা খাই, আমি এর মাঝখানকে কামড়ে খাওয়া আপেলের মতো রাখি, তার পরে শেষটা মুখে পুড়ি।そして彼は面白い出来事を振り返る:
19বুনুয়েলো ভাজার ছবি, তুলেছেন সিরোফোনো এবংক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। http://www.flickr.com/photos/ciroduran/83584367/ブニュエロに聖母マリアの姿が現れたという話を覚えている。
20তিনি একটি অদ্ভুত গল্পও মনে করেছেন:ブニュエロにかぶりつく前に祈りなさい。
21আমার মনে আছে সেই গল্প যে একটা বুনুয়েলোতে ভার্জিন মেরির ছবি এসেছিল।ホセカルロス 2:12
22আপনার #বুনুয়েলোতে কামড় দেয়ার আগে প্রার্থনা করবেন, ভাই বোনেরা। জোসে কার্লোস ২:১২ブニュエロの話ばかりをしていたせいで、大急ぎでブニュエロを買いに出る人もいた。
23বুনুয়েলো নিয়ে এত কথা শুনে কেউ কেউ বেরিয়ে পড়েছেন এই নাস্তা কিনে খাওয়ার জন্য, তবে কিছু বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।中には、ブニュエロのくずだらけになってしまった人も。
24বোগোটা থেকে @এমকর্সারিও লিখেছেন:ボゴタの@Mkorsarioはこう書いている:
25কিবোর্ড জুড়ে #বুনুয়েলোর গুড়া পড়ে আছে…এ সবই টুইটারের দোষ।キーボードにブニュエロのくずが…これは全部Twitterのせいだよ。