Sentence alignment for gv-ben-20140724-44211.xml (html) - gv-jpn-20140920-30889.xml (html)

#benjpn
1ইথিওপিয়ায় জোন নাইন-এর ব্লগাররা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্তエチオピア:ゾーン9のブロガー、テロ容疑で起訴
2জোন নাইন-এর ব্লগার জেলালেম কিবরেত, এডোম কাসাইয়ে এবং বেফাকদু হালিলু।(リンク先は英語またはアムハラ語のページです)
3অনুমতিক্রমে ছবি প্রকাশিত হয়েছে।ゾーン9のブロガーたち。
4গতকাল ইথিওপিয়ার লিডেটা উচ্চ আদালত নয়জন ব্লগার এবং সাংবাদিক, যার মধ্যে চারজন গ্লোবাল ভয়েসেস-এর সদস্য, সন্ত্রাসবাদ এবং এই সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে।右からZelalem Kibret氏、Edom Kasaye氏、Befeqadu Hailu氏(写真は使用許可済み)
5তাদের ২৫ এবং ২৬ এপ্রিলে আদ্দিস আবাবায় গ্রেফতার করা হয় এবং কারাগারে পাঠানো হয়, যারা “ মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে দাবী করা বিদেশী সংগঠনের সাথে কাজ করা এবং … সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে জনতাকে প্ররোচিত করার জন্য অর্থ গ্রহণ”-এর মত অনানুষ্ঠানিক অভিযোগ-এর ভিত্তিতে এতদিন কারাগারে বন্দী রয়েছে।昨日(訳注:原文掲載日は7月18日)、エチオピアのリデタ高等裁判所で、ブログ集団「ゾーン9」のブロガーとジャーナリスト合わせて9人(うち4人はグローバル・ボイスのメンバー)が、テロおよびテロ関連活動の容疑で起訴された。「
6এই শুনানীর আগে নোটিশ পাঠানোর ক্ষেত্রে অভিযুক্তদের আইনজীবী এবং পরিবারকে যথেষ্ট সময় প্রদান করা হয়নি, আর এ কারণে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, সে সময় অভিযুক্তদের কোন আইনজীবী সেখানে উপস্থিত ছিল না।人権活動家と称する海外組織と共謀し……資金提供を受け、ソーシャルメディアを使って公共の場で暴力を扇動しようとした」ことに対する非公式の告発によって、4月25日から26日にかけてアディスアベバで逮捕後拘束されて以来、この9人はいまだ勾留されたままである。 この被告たちの弁護士と家族は、聴聞について事前に通告を受けておらず、被告たちが起訴されたときに法定代理人を立ち会わせることができなかった。
7অভিযুক্তদের ঘনিষ্ঠদের সাহায্যে পরিচালিত জোন নাইন ট্রায়াল ট্রাকার ব্লগ সংবাদ প্রদান করেছে যে ইথিওপিয় সরকার যে সমস্ত অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে “সন্ত্রাসী” সংগঠন হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানের সাথে কাজ করা; ইমেইল সঙ্কেত-এ আবদ্ধ রাখার প্রশিক্ষণে অংশগ্রহণ এবং “গুপ্ত সংগঠন” সংগঠিত করা।被告に近い関係者が運営するZone9 Trial Tracker blogが報じたところによると、この9人の被告には、エチオピア政府が「テロリスト」と断定した組織との共謀、メール暗号化の指導への関与、および「地下組織」活動などの容疑がかけられている、と報じている。
8ব্লগারদের আইনজীবী সংবাদ মাধ্যম এএফপি-কে জানিয়েছেন, এই সকল অভিযোগের কোন “উপযুক্ত ভিত্তি” নেই।被告であるブロガーたちの弁護士は、「起訴の内容には信憑性(しんぴょうせい)がない」とAFP通信の記者に語った。
9টুইটারে #ফ্রিজোননাইনব্লগারস হ্যাশটাগের মাধ্যমে বিশ্বের এই সমস্ত ব্লগারের সমর্থকরা এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।ツイッターのハッシュタグ#FreeZone9Bloggers(ゾーン9のブロガーたちを釈放せよ)には、今回の起訴に対する強い怒りのツイートが世界中の支持者から寄せられた。
10ইথিওপিয়ার প্রাক্তন এক হিউম্যান রাইটস ওয়াচ প্রতিনিধি ইউসেফ মুলুগেটা খুব কাছ থেকে এই মামলা অনুসরণ করছে, তিনি টুইট করেছেন:この起訴の行方を見守っているYoseph Mulugeta氏(ヒューマン・ライツ・ウォッチ、エチオピアオフィスの前代表)は、次のようにツイートしている。
11১৯ পাতার সাজানো এক অভিযোগ, কিন্তু তাতে জোন নাইন-এর ব্লগারদের নাম উল্লেখ করা হয়নি।19ページにもわたる容疑を捏造(ねつぞう)しているが、ゾーン9について名指しで言及している部分はない。
12এমনকি একবারও নয়।一カ所だってない。
13নিঃসন্দেহে এই পরিচয়, তাদের বাক স্বাধীনতা, শত্রুদের আতঙ্কিত করেছে।言論の自由の敵は、間違いなくゾーン9という名を恐れている。
14২০০৯ সালে কার্যকরী হওয়ার পর, ইথিওপিয়ার বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বিষয়ক সংবাদিকদের কাছে অতি পরিচিত হয়ে উঠেছে।2009年に成立し、何かと議論を呼んでいるエチオピアの反テロ法は、残念なことに、同国の政治ジャーナリストたちにとってお馴染みのものだ。
15এসকিনদার নেগা এবং রিয়াত আলেমু একই অভিযোগে অভিযুক্ত এবং ২০১১ সাল থেকে আদ্দিস আবাবার কালিয়াতি কারাগারে বন্দী।エチオピア人ジャーナリストのエスキンダー・ネガ氏とリーヨット・アレム氏も同様の容疑で起訴され、2011年からアディスアベバのカリティ刑務所に収監されている。
16সরকারি আইনজীবী স্রেফ এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে যে ব্লগাররা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক দলের কাছ থেকে প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে।報道によると、欧米を拠点とする二つのエチオピアの政治グループからゾーン9のブロガーたちが指導と資金援助を受けたという告発に基づき、検察側が今回の起訴を行った。
17ট্রায়াল ট্রাকার উল্লেখ করছে যে আদর্শিক ভাবে দুটি দল একেবারে ভিন্ন।Zone9 Trial Tracker blogは「この二つの政治グループはイデオロギーが違う」と指摘している。
18সংবাদপত্র থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে, যেহেতু উক্ত ব্লগার এবং সাংবাদিকরা সম্মিলিত ভাবে জোন নাইন-এ ব্লগিং করে, সে কারণে একই সাথে গুপ্ত ভাবে নিজেদের সংগঠিত করার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে, বিশেষ করে উক্ত দল দ্বারা পরিচালিত জোন নাইন ব্লগের গণমুখী স্বভাব এবং কর্মকাণ্ডের কারণে বলা যায়, তা এক বিভ্রান্তিমূলক অভিযোগ।また報道によると、今回起訴されたブロガーとジャーナリストは、ブログ集団ゾーン9という秘密組織を結成した罪にも問われている。 ゾーン9のブログの公共性と今までの活動を考えれば、まったく不可解な容疑である。
19৮ আগস্ট তারিখে উক্ত দলের এক শুনানী ধার্য করা হয়েছে।この9人の公判日は8月8日。
20এই মামলার তাজা সংবাদ এবং কি ভাবে জোন নাইন-এর ব্লগারদের সমর্থন করা যাবে, সে বিষয়ে জানার জন্য ট্রায়াল ট্রাকার ব্লগে প্রবেশ করুন।公判に関する最新情報とゾーン9のブロガーたちをサポートする方法についてはZone9 Trial Tracker blogにアクセスしてください。
21জোন নাইন ব্লগারদের মুক্ত কর নামক প্রচারণা। তৈরী করেছেন হুগ ড' আন্দ্রেদা।「ゾーン9のブロガーたちを釈放せよ」運動のイメージ画像(グラフィック:ヒュー・ダンドラーデ、画像編集:Hisham Almiraat)
22ছবি রিমিক্স করেছেন হিশাম আলমিরাত।校正:Rie Tamaki