Sentence alignment for gv-ben-20120414-24908.xml (html) - gv-jpn-20120520-12902.xml (html)

#benjpn
1পাকিস্তান: আমাদের এখানে আবর্জনা ফেলা বন্ধ করুনパキスタン:我々の土地にゴミを捨てるな!
2বিশ্ব আজ যে সব সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্বায়নকে প্রায়শই সে সব সকল সমস্যার সমাধান হিসেবে ধারণা দেওয়া হয়।グローバリゼーションは、今日この世界が直面する全ての問題の解決策だとしばしば謳われている。
3তবে বিশ্বায়নের বেশ উচ্চমাত্রার বিষক্রিয়া জনিত প্রভাবও রয়েছে।しかしながら、極めて有害な影響もあちこちに及ぼしているのだ。
4যেমন বলা যায়, দৃশ্যত সীমান্ত অদৃশ্য হয়ে যাওয়া মানে হচ্ছে যে এর ফলে পশ্চিমা বিশ্ব তাদের প্লাস্টিক এবং চিকিৎসা সামগ্রীর আবর্জনা তৃতীয় বিশ্বের দেশগুলোতে ফেলবে এবং তারা তা ফেলতে শুরু করেছে।こういう表面的な国境が失われる例として、西洋諸国が昔から今に至るまで第三世界にプラスチックゴミや医療用廃棄物を捨て続けているといったことが上げられる。
5তারা তা করতে সক্ষম কারণ পাকিস্তানের মত দেশগুলোতে এ ধরনের কাজের বিরুদ্ধে আওয়াজ তোলার মত মানুষ এবং তার সাথে এই বিষয়ে ভারসাম্য রক্ষার বিষয়ে কথা বলার মত নাগরিকের অভাব রয়েছে, যে দেশটি গত ৩০ বছর ধরে উন্নত বিশ্বের ডাস্টবিনে পরিণত হয়েছে।そんな事ができるのは、この不合理な30年もの間、ゴミ問題にさらされているパキスタンのような国々に、抑制や均衡、警笛を鳴らすシステムが欠如しているからである。
6স্কেপ্টিক লাইফ সংবাদ প্রদান করেছে:Skeptic lifeはこう報道している。
7যথারীতি, পাকিস্তানে চিকিৎসা সামগ্রীর বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ক কোন পদ্ধতিগত ব্যবস্থাপনা নেই।事実、パキスタンには医療用廃棄物管理に関する体系的な処理方法はない。
8এখানকার সকল চিকিৎসা কেন্দ্রগুলোতে বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র নেই।全ての医療施設が焼却炉を持っているわけではなく、屋外のゴミ山から汚染されたゴミが見つかることは珍しいことではない。
9যার ফলে উন্মুক্ত স্থানে সম্ভাব্য ছোঁয়াচে উপাদান যুক্ত বর্জ্য পড়ে থাকতে দেখার ঘটনা খুব সাধারণ বিষয়।ましてやその問題をさらに大きくする他国からの有害廃棄物など我々はいらないのだ。
10সর্বশেষ ঘটনা হচ্ছে, এখন অন্যান্য রাষ্ট্রসমূহ থেকে ঝুঁকিপূর্ণ বর্জ্য আসছে, যা এতে আরো সমস্যা যুক্ত করেছে, বিশেষ করে এই সমস্ত বর্জ্য যখন হেপাটাইটিস এবং এইডসের মত ছোঁয়াচে রোগের সংক্রমণ এবং কারণ।それらのゴミに感染の恐れがあったり、肝炎やエイズのような病気の原因となりうるのならなおさらだ。
11অপরিশোধিত চিকিৎসা সামগ্রীর বর্জ্যসমূহকে সমুদ্রে ফেলা হচ্ছে।未処理の医療廃棄物は海に流されている。
12ছবি রাজা ইসলামের। কপিরাইট ডেমোটিক্সের (১/১১/২০১০)। 撮影:Raja Islam.
13উরস নামক ভদ্রমহিলা, লাহোরের এ রকম এক আবর্জনা জমা করার স্থানে তার ভ্রমণ করার সংবাদ প্রদান করছে:Copyright Demotix (1/11/2010)
14দুই দিন আগে লাহোর ভ্রমণ করার সময়, আমি আমার প্রচার মাধ্যমের আরো কিছু বন্ধুসহ সাদরান নামক এলাকায় ঘুরতে যাই, যা কিনা লাহোরের আবর্জনার স্বর্গরাজ্য।Uroosはラホールにあるゴミ山に訪問した時のことを紹介している。 二日前、報道関係の友人数人とラホールに行った時、シャードラというラホールにあるゴミ天国に車で行ったわ。
15সেখানে আমি ওয়্যারহাউজে (বাজে জিনিস রাখার গুদামঘর) মেঝেতে দোমড়ানো প্লাস্টিক, চিকিৎসা সামগ্রীর বর্জ্যের স্তুপ, আইভি টিউবস এবং ইনফিউশন ব্যাগ দেখতে পেলাম এবং মানুষজন সেগুলো কিনতে আসছে।潰れたプラスティックや山積みされた医療用廃棄物、例えば点滴用チューブ、輸液バッグが、倉庫の地面に並んでいて、みんな買いに来るのよ。
16সেখানে কাজ করা এক শিশু আমার নজরে এলো।私はそこで働く子供の一人を捕まえて聞いた。
17আমাকে হতবাক করে সে জানালো যে স্থানিক প্লাস্টিক সামগ্রীর নির্মাতারা পুনরায় ব্যবহারের জন্য এখানে এই সমস্ত আবর্জনা কিনতে আসে, যা দিয়ে তারা এমনকি গৃহ সরঞ্জাম তৈরী করে!驚いたことに、彼は言うの。
18পাকিস্তানে প্লাস্টিক বর্জ্যের আবর্জনা জমা করার বিষয়ে গ্রীন এ্যাকশন এক সংবাদ প্রদান করছে:台所用品まで扱ってる現地のプラスチック製造業者が、このゴミを再利用しようと買い求めに来るのよ!
19বর্তমানে পাকিস্তানে শত শত আমদানিকারক এবং ক্রেতা রয়েছে, যারা বিভিন্ন ধরনের ব্যবহৃত প্লাস্টিক পণ্য এবং উপাদান নিয়ে বাণিজ্য করছে।Green actionは、パキスタンのプラスティックゴミの投棄について報告している。
20নিঃসন্দেহে ব্যবহার করা এই সমস্ত পণ্য অর্থনৈতিক ভাবে সস্তা এবং খুব স্বল্পমূল্যের, বিশেষ করে পাকিস্তানের বাজারের গড় ক্রেতাদের জন্য।現時点で、パキスタンには何百という輸入業者やバイヤーがいる。
21তবে এই সমস্ত ব্যবহৃত প্লাস্টিকের পণ্য সামগ্রী ব্যাপক এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে যে সামগ্রিক ঝুঁকির সৃষ্টি হয়, তা তথাকথিত লাভ এবং সুবিধার চেয়ে বেশী।みな様々な中古のプラスティック製品や材料を取引しているのだ。
22বিশ্বের যে কোন প্রান্ত বাস করা এক স্বাস্থ্য সচেতন নাগরিকের জন্য একটি ব্যবহার করা প্লাস্টিকের পানির বোতল থেকে পানি পান করা কোন আদর্শ বাস্তবতা নয়, কিন্তু পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী রয়েছে যারা এই সমস্ত অবর্জনা নামক সম্পদ থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা উপভোগ করছে।当然こういった中古の品は経済的にも安く、費用対効果が高い。
23বিশ্বের উন্নত দেশসমূহে এই ধরনের বিষয় গ্রহণযোগ্য নয়।とりわけパキスタンのマーケットの平均的なバイヤーにとってはなおさらだ。
24কেউ একজন বিস্মিত হতে পারে যে কিভাবে পাকিস্তান সরকার এই সমস্ত ঝুঁকিপূর্ণ বর্জ্য পাকিস্তানের মাটিতে স্তুপ করে রাখার অনুমতি প্রদান করছে?しかし、これら中古プラスチック品の使用を規制、管理しなければ、全体の危険性はいわゆる利点や利益を上回る。
25যদিও এই ঘটনা রহস্যজনক যে, শুল্ক বিভাগ এই সমস্ত পণ্যের বেশ কয়েকটিকে ভুল ভাবে “ প্লাস্টিক খণ্ড বা বাতিল প্লাস্টিক” বা অন্য শ্রেণীতে ফেলে, সেগুলোকে এই ধরনের ঘোষণার মাধ্যমে দেশে প্রবেশ করার সুযোগ করে দেয় এবং আমদানীকারকেরাও এভাবে তা বিক্রি করে।使用済みのペットボトルから水を飲むことは、この世界のどこに住む人々であっても、健康を気遣うなら望ましい選択ではない。 しかし、パキスタンの多くの取引業者は、先進国が捨てた宝のゴミ山から享受できる経済的利益を喜んでいる。
26উক্ত আমদানীকারক রা, নিজেদের জমা বর্জ্য নিজেদের কাছে বিক্রি করতে পারে না।人々は疑問に思い始めている。 なぜパキスタン政府は自国の土地に有害物質を廃棄することを許しているのか?
27কাজে সমগ্র প্রক্রিয়ায় তারা মিলিত ভাবে কাজ করছে। この問題は複雑だ。
28আমাদের দেশের অনেক হাসপাতালের খালি জায়গায়ও চিকিৎসা সামগ্রীর বর্জ্যের স্তুপ অথবা আশেপাশের জমা করা ময়লা দেখতে পাওয়া যায়।「プラスチックゴミ」やその他に分類され、税関を無申告で通り抜けるこれら多くのゴミが、輸入業者によって売られている。
29এর সাথে বাড়তি হিসেবে যোগ হয়েছে একটি ভিন্ন বিষয়।売れない物は捨てられ、そして今度は手渡しで同じプロセスが行われる。
30করাচির আবর্জনার স্তুপ-এর মাঝে নিয়মিতভাবে না জন্মানো নবজাতকের ভ্রূণকে উঁকি দিতে দেখা যায়।パキスタンの多くの病院もまた、裏庭や隣接したゴミ収集場に医療用廃棄物を捨てていることはよく知られており、カラチにある至る所のゴミ山から生まれる前の胎児が繰り返し見つかることすらある。
31ডে এন্ড নাইট নিউজ ঠিক এ রকম এক ঘটনার সংবাদ তাঁদের ব্লগে প্রকাশ করছে:Day and nightは彼らのブログで、この事について述べた。
32জন নিরাপত্তার উদাসীনতার বাস্তবতা একটি বিষয় সমানে উঠে এসেছে, সেটি হচ্ছে প্রায় ৯০০ কেজি বায়ো মেডিকেলের বর্জ্যের ( বিএমডাব্লি) একটি ব্যাগ, যার মধ্যে ব্যবহৃত সিরিঞ্জ, রক্তের দাগ সম্বলিত তুলার সামগ্রী ব্যান্ডেজ প্যাকেট একটি ফেলা দেওয়ার জন্য তৈরী প্লাস্টিকের ব্যাগে ভরে, সেটিকে ইউটি ফ্লাগশিপহসপিটাল-এ জিএমসিএইচ-৩২-এর খোলা জায়গায় স্তুপ করে রাখা হয়।公衆安全に無関心なことを示す事例の一つに、ゴミ袋に詰め込まれた注射器や血のついた綿ガーゼを含んだ約900kgのバイオメディカル廃棄物(BMW)が、UT行政下の基幹病院、GMCH-32の屋外に捨てられていたという事実がある。 この病院は地元では最もよく利用され、信頼されている施設なだけに、このような投棄を容認する人々の過失を増大させる結果となっている。
33ঘটনা হচ্ছে এটি এই এলাকার মধ্যে অন্যতম রোগীতে পরিপূর্ণ এবং বিশ্বস্ত হাসপাতাল।これにより、病院のスタッフ、患者、介添人など関係者を含めた何千もの人々が死に至る感染にかかりやすい状態になっているのだ。
34এই ধরনের ঘটনা কেবল তাদের শাস্তি দিচ্ছে যারা এই কাজটি করতে দিচ্ছে।カラチのゴミ山から出てきた非分解性のプラスチック。
35এর মাধ্যমে হাজার হাজার ব্যক্তি, যার মধ্যে উক্ত হাসপাতালের কর্মী, রোগী, এবং তাদের সাথে আসা আত্মীয় রয়েছে, তারা প্রাণঘাতী ছোঁয়াচে রোগের সংক্রমণের মত নাজুক পরিস্থিতির মাঝে পড়ে যাচ্ছে। 撮影:Syed Yasir Kazmi.
36করাচীর এক আস্তাকুঁড়ে বিনষ্ট যোগ্য নয় এমন প্লাস্টিকের স্তুপ। ছবি সৈয়দ ইয়াসির কাজামির।Copyright Demotix (15/12/2009)
37কপিরাইট ডেমটিক্সের (১৫/১২/২০০৯)। একই সাথে লাহোরে প্লাস্টিক সামগ্রী আমদানির ক্ষেত্রে যে লাভের বিষয়টি রয়েছে, পাকিস্তান টুডে সে সম্বন্ধে বিস্তারিত বর্ণনা প্রদান করছে:Pakistan todayもまた、ラホールにおける輸入プラスチックゴミ由来の病気について、皮肉混じりに詳述した。
38পাকিস্তানে রোগ কেনা খুব সহজ একটা কাজ।パキスタンでは、病気を買うことはなんら難しい問題ではない。
39বাস্তবতা হচ্ছে যদি আপানি জার্মানি বা জাপানের কোন একটা অপারেশন থিয়েটারের কোন এক সংক্রমণ কিনতে চান তাহলে সাহদারান বাজারের যারা ব্যবহৃত ঝুঁকিপূর্ণ প্লাস্টিক সামগ্রী পাইকারি হারে কেনে, তাদের যে কোন একজনের কাছে আপানাকে যেতে হবে এবং তাদের বলতে হবে, তারা যেন আপনার কাছে এইচআইভি, হেপাটাইটিস সি অথবা যক্ষ্মা রোগের জীবাণু বিক্রি করে।事実、もし日本やドイツのオペレーションシアターから感染菌を買いたいなら、シャードラマーケットで使用済の有害プラスチックゴミを扱う大口取引業者の所へ行って、HIV球菌、肝炎C球菌、肺炎球菌を売ってくれというだけでいい。
40উত্তমরূপে সংক্রমণের হার কেনার তারতম্য হবে প্রতি কেজিতে ১০০ থেকে ১৫০ রুপি।値段は菌の質次第。
41আপনি হয়ত বিস্মিত হবেন, এসব কিসের জন্য।一キロ100ルピーから150ルピーで取引されている。
42দিন আসে দিন যায়, আর আমরা পাকিস্তানের জবাবদিহিতার অভাব নিয়ে কথা বলছি।何を言ってるんだ?
43এর দায়ভার এখানকার কর্তৃপক্ষ উপর বর্তায়।と思っているかもしれないが、我々はみな、日々、パキスタンの説明責任の欠如について論じている。
44লাহোরে যারা বাতিল প্লাস্টিক সামগ্রী নিয়ে বাণিজ্য করছে, সেই বাজারে যেন হাজার হাজার টন এ রকম সংক্রমণ সামগ্রী প্রবেশ করে, কর্তৃপক্ষ সেই বিষয়টি নিশ্চিত করেছে।きちんとした説明責任を負うべき関係当局は、ラホールのプラスチックゴミの取引を黙認して、現地のマーケットへ何千トンもの感染菌を運んでくるコンテナーがしっかり空になったか確認する仕事をしているのだ。
45যদিও একটি শক্তিশালী এবং খুঁটিয়ে দেখার মত এক শুল্ক আইন রয়েছে, তবে তার সাথে এই সমস্ত পণ্য নিয়ন্ত্রণের উপর আগ্রহ অনেক কার্যকর প্রমাণিত হতে পারে।関税法の強化や見直し同様に、そういった輸入品の規制について、より配慮することも有益だろう。
46এই সমস্ত পণ্যের হাত থেকে আমাদের দেশকে পরিষ্কার রাখার জন্য স্থানীয় সম্প্রদায়সমূহকে এই বিষয়ের সাথে যুক্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।一番重要なことは、現地のコミュニティーがそういった製品をこの国から永続的に排除していくことに関わっていくことだ。
47এই উদ্দেশ্য সংবাদ প্রদান করা, যেমন জমা হওয়া বর্জ্য হচ্ছে সমস্যার মূল।そのためには、ゴミ山に関する報道を続けていくことは重要である。
48নজরদারি না থাকার কারণে অনেক দীর্ঘ সময় ধরে আমরা ক্ষতিকর জীবাণুর হামলার সম্ভবনার মাঝে রয়ে যাচ্ছি।我々がとてつもなく長い間有害な病気に身をさらしているのは、自分たちが無関心だったからなのだ。
49আমাদের প্রচেষ্টা হওয়া উচিত, যেন আমরা আমাদের এই শহরে উন্মুক্ত স্থানে এই সমস্ত আবর্জনা না পোড়ানো হয়, এবং নিজেদের যেন প্রশ্ন করি কেন এবং কারা আমাদের এই সমস্ত ঝুঁকিপূর্ণ উপাদান গ্রহনের দিকে ঠেলে দিচ্ছে।我々は、町の中にある屋外のゴミ山が焼却されている横を車で通ることをやめ、こういった有害物質にさらされている理由や責任者を問いただしていかなくてはならない。 さらには、コミュニティを形成し、車道の清掃やゴミ自体を水際で規制することもできるはずだ。
50পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্যে স্থানীয় সম্প্রদায়কে সংগঠিত করা এবং সম্মুখসারিতে কাজ করার ক্ষেত্রে তাদের বাঁধা না দেওয়ার মধ্যে দিয়ে এই ক্ষেত্রে আরো বেশী কিছু অর্জন করা সম্ভব।我々自身が身の回りの環境へ配慮を示せば、パキスタンで、安全かつ快適な生活が送れるような変化がみられるのではないか。
51আমাদের চারপাশের যে প্রকৃতি, আমরা যদি তার প্রতি যত্নশীল হই, তাহলে পাকিস্তানকে নিরাপদ রাখা এবং এখানে বাসযোগ্য এক পরিবেশ তৈরীর জন্য আমরা এক কার্যকর পরিবর্তন সাধন করতে পারব।校正:Tomoko Morisaki