# | ben | jpn |
---|
1 | যুক্তরাষ্ট্র: কিংবদন্তির কম্পিউটার বিজ্ঞানী ডেনিস রিচি মারা গেছেন | アメリカ:偉大なるコンピュータ科学者 デニス・リッチー氏 死去 |
2 | কম্পিউটার বিজ্ঞানের কিংবদন্তী ডেনিস রিচি ৭০ বছর বয়সে নিউ জার্সির তার বাসায় গত অক্টোবর ৮, ২০১১ তারিখে মারা গেছেন, পিছনে রেখে গেছেন বিশ্ব উন্নয়নের বিশাল এক প্রভাব। | コンピュータサイエンスの巨匠、 デニス・リッチー氏 が2011年10月8日、世界発展への多大なる影響を遺し、ニュージャージー州の自宅にて亡くなった。 70歳だった。 |
3 | রিচি সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক ছিলেন, যা সব থেকে বেশী ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। | リッチーは、プログラミング言語の中でも最も広く使われるもののひとつである、C言語の開発者であった。 |
4 | বুয়িংবুয়িং এর জেনি জারদিন অনুসারে গত ১২ই অক্টোবর প্রথম এই সংবাদ গুগুল+ এর মাধ্যমে জনসমক্ষে জানান কানাডিয় সফটওয়ার প্রকৌশলী রব পাইক। | 10月12日に、Xeni JardinがBoingBoing で伝えたところによると、このニュースをいち早く公にしたのは、Google+上でそれを伝えたカナダ人のソフトウェアエンジニア、ロブ・パイク であった。 |
5 | রিচির মতো তিনিও বেল ল্যাবসে তার কাজের জন্য পরিচিত। | 彼自身もリッチー同様、ベル研究所での業績が知られる人物である。 Xeni は以下のように紹介しながら、 TwitterからC言語を引き合いにしたもじりを引用した。 |
6 | তিনি লিখেছেন (টুইটার থেকে একটা সি প্রোগ্রামিং নিয়ে কৌতুক এর উক্তি তুলে ধরে): | デニス・リッチーの数少ない公開写真のひとつ(1941-2011)ウィキペディアより(パブリックドメイン) |
7 | ডেনিস রিচির (১৯৪১-২০১১) খুব বিরল একটি ছবি। | リッチーはC言語の設計者で、元々の開発者である。 |
8 | সূত্র উইকিপিডিয়া (উন্মুক্ত ডোমেইন) | Unix 開発の中心的人物でもあった。 |
9 | তিনি সি প্রোগ্রামিং ভাষার মূল উন্নয়নকারী আর ডিজাইনার ছিলেন, আর ইউনিক্স এর উন্নয়নের মূল চালক। | ベル研究所で大半のキャリアを積み、1983年にはチューリング賞を、1999年にはアメリカ国家技術賞を受賞した。 |
10 | তিনি বেল ল্যাবসে তার অধিকাংশ সময় কাটিয়েছেন। | 「リッチーの与える影響はジョブズのそれに匹敵する。 |
11 | ১৯৮৩ সালে তাকে তুরিং পুরষ্কার আর ১৯৯৯ সালে প্রযুক্তির জন্য জাতীয় মেডেল দেয়া হয়। | 少し目に付きにくいだけだ。」 |
12 | “রিচির প্রভাব (স্টিভ) জবসের সাথে প্রতিপক্ষ হিসাবে কাজ করে, কেবলমাত্র এটা কম দেখা যায়,” টুইটারে জেমেস গ্রিমেল্ম্যান জানিয়েছেন। | James Grimmelman はTwitter上でこう述べる。「 |
13 | “ তার পয়ন্টার শূন্যতে ছেড়ে দেয়া হয়েছে, তার প্রসেসকে থামিয়ে দেয়া হয়েছে এক্সিট কোড ০ দিয়ে।“ | 彼のポインタは void * にキャストされた。 彼のプロセスは返り値0で終了した。」 |
14 | ট্যাকজেডোর অফিসিয়াল ব্লগ (ওয়েব এপ্লিকেশন শব্দের ক্লাউড তৈরির জন্য) রিচির সেমিনাল পাঠ্যবই ‘দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ' থেকে শব্দ ব্যবহার করেছে শ্রদ্ধাঞ্জলী হিসাবে একটা শব্দের ক্লাউড তৈরি করতে, আর লিখেছে: | Taxgedo (ワードクラウドを作成するウェブアプリケーション)は公式ブログで、リッチーに敬意を表し、彼の画期的な教本『プログラミング言語C 』 から の言葉を用いた ワードクラウド を作成し、こう書いた。 |
15 | আজকে আমরা প্রযুক্তির একজন বিশাল লোককে হারিয়েছি। | きょう私たちはテクノロジーの巨匠を失った。 |
16 | ডেনিস ম্যাকঅ্যালিস্টার রিচি, ইউনিক্স আর সি প্রোগ্রামিং ভাষার কেন থম্পসনের সাথে সহ- সৃষ্টিকারী, ৭০ বছর বয়সে মারা গেছেন। | ケン・トンプソンと共にUnixと C言語を共同製作したデニス・マカリスター・リッチーが亡くなったのだ。 |
17 | কম্পিউটার শিল্পে রিচি অনেক বড় অবদান রেখেছেন, যা সরাসরি বা পরোক্ষভাবে বিশ্বব্যাপী মানুষের জীবন (উন্নত করতে) প্রভাব ফেলেছে, আপনি তা জানেন বা না জানেন। | 70歳だった。 リッチーは、あなたがそれを知っていようといまいと、コンピュータ産業への絶大なる貢献を成したのだ。 |
18 | ওভারক্লক. | それは多くの人々の生活に直接的にも間接的にも影響を与え、進歩させてきた。 |
19 | নেট নামে বিজ্ঞান আর প্রযুক্তির সংবাদ ফোরামে এন্ডিগোয়াপ নামে একজন মন্তব্যকারী তাকে স্যার আইজ্যাক নিউটনের সাথেও তুলনা করেছেন, যিনি ইতিহাসের একজন বিশিষ্ট পদার্থবিদ আর গণিতবিদ। | Overclock.netの科学技術ニュースについてのフォーラムで Andygoyap は、リッチーを、歴史上の最も重要な物理学者であり数学者として名が挙げられるアイザック・ニュートンとさえ比較する。 |
20 | আইজাক নিঊটন একবার বলেছিলেন তিনি দৈত্যের কাঁধে দাঁড়িয়ে আছেন। রিচি একজন দৈত্য ছিলেন যার কাঁধে ভর দিয়ে স্টিভ জবস এর মতো মানুষ দাঁড়িয়ে ছিল। | アイザック・ニュートンがかつて「私は巨人たち(訳注:先人たち)の肩の上に 立っていた」と言ったが、デニス・リッチーは、スティーブ・ジョブズのような人々に肩を貸している巨人だった。 …. |
21 | আপনি তাকে চেনেন না? | 彼を知らない? |
22 | তিনি সি ল্যাঙ্গুয়েজ এর পিতা, তাকে ছাড়া (উইন্ডোজ, এ্যাপেল) অপারেটিং সিস্টেম থাকতো না; খেলা, প্রোগ্রাম, আপনার এ্যাপেলের অ্যাপস, এন্ড্রয়েড থাকতো না। | 彼はC言語の父で、彼なしではOS(WindowsやMac OS) は存在し得なかったんだ。 君がApple製品や Androidで使っているゲームもプログラムもアプリも。 |
23 | অনেকে তাকে কম্পিউটার বিজ্ঞানের পিতা বলেন। | 多くの人は彼をコンピュータサイエンスの父と呼ぶ。 |
24 | তার অনেক প্রাপ্তি আছে… | 彼は数多くのことを成し遂げた……。 |
25 | যদি কেউ বেসিক প্রোগ্রামিং না পড়ে থাকেন (যার মধ্যে সংশ্লিষ্ট প্রোগ্রামিং ভাষা হিসাবে সি এর কোন সংস্করণ) তারা হয়তো এমন একজন সংযত আর অন্তর্মূখী মানুষের গুরুত্ব বুঝবেন না। | 基礎的なプログラミングを(C言語やCから派生した語を、最初のオブジェクト指向言語として)勉強していない人にとっては、謙虚で自分をさらけ出すことのなかっ た彼の存在の大きさは、掴みにくいかもしれない。 |
26 | রিচি না কখনো তার প্রাপ্তি দেখিয়ে বেড়িয়েছেন না কোন ব্যবসায়িক আইকনে পরিণত হয়েছেন। সব থেকে আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন জিএনইউ/ লিনাক্স আর এপেলের ম্যাক ওএস সরাসরি ইউনিক্স থেকে আসে। | GNU/Linux や AppleのMac OS といった最新のOSは、UNIXの直系の子孫である。 |
27 | যে সকল কম্পিউটারে ইউনিক্স বা জিএনইউ/লিনাক্স চলছে তারা মূলত ইন্টারনেটের ভিত্তি প্রদান করে, সার্ভার বা রুটার হিসাবে, বা প্লাটফর্ম হিসাবে যেখানে গুগুল ওয়েব সার্চের মতো অ্যাপ্লিকেশন চালানো যায়। | UNIXやGNU/Linuxの走っているコンピュータは、主にサーバやルーターといったインターネットのインフラであるとか、Google検索のようなアプリケーションのプラットフォームを提供している。 翻訳の校正は太田尚志が担当しました。 |