# | ben | jpn |
---|
1 | ক্যাম্বোডিয়া: খেমার রুজ নেতার বিচারে আলামত পেশ হয়েছে | カンボジア:クメール・ルージュ特別裁判 |
2 | ভয়েস অফ আমেরিকা খেমার ভুতপূর্ব খেমাররুজ বিদ্রোহীদের সাক্ষাৎকার নিয়েছে যারা আশংকা করছে যে খেমাররুজ ট্রাইবুনালে বিচারের জন্যে যে পাঁচ নেতাকে দাড় করানো হয়েছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত স্বাক্ষীপ্রমাণ পেশ করা যাবে না। | VOA Khmerは、クメール・ルージュ特別法廷で裁かれることになっている5人のリーダーらを有罪に処するだけの十分な証拠がないと考えているクメール・ルージュのメンバーにインタビューを行った。 |
3 | ১৯৯৬ সালে খেমার রুজ থেকে দলবদল করা সোক ফীপ নামের এক জেনারেল বলছেন: | 1996年にクメール・ルージュから脱退した陸軍将軍であるSok Pheapは、次のように主張している: |
4 | আমি জানি না [কারা খুনি ছিল]; আমি শুধু জঙ্গলে যুদ্ধরত এক সৈনিক ছিলাম। | (誰が殺人を行っていたのか)私は知らなかった。 |
5 | যখন আমি ফেরত আসি দেখি আমার আত্মীয় স্বজনকেও পাওয়া যাচ্ছে না। | 私は森の中の兵士だった。 |
6 | অনেক গ্রামবাসী মারা গেছে, বা নিরুদ্দেশ হয়েছে। | そして家に帰ると親戚全員がいなくなって、殺されていた。 |
7 | আরেকজন প্রাক্তন খেমাররুজ সদস্য মীজ মাউথ জানাচ্ছেন যে: | ほとんどの村人も死んでいた。 |
8 | যেমন ধরুন, যেসব খুলি এবং হাড়গোড় দেখানো হচ্ছে: কোর্টের জানা দরকার ভিয়েতনামীজদের দ্বারা হ্ত্যাকৃত কোন লোকদের খুলি সেগুলো, অথবা বি-৫২ বোমারু বিমান দ্বারা হত্যাকৃত মুনুষের কোনগুলো, অথবা সেগুলো খোমাররুজ দ্বারা হত্যাকৃত নয় এমন কোন লোকের কিনা। | 別の元クメール・ルージュのベンバーであるMeas Mouthは、以下のように話した: |
9 | ক্যাম্বোডিয়ান ডিফেন্ডার প্রজেক্ট এর এক আইনজীবি স্বীকার করেঝেন যে ঘটনা যেহেতু ৩০ বছর আগে ঘটেছে তাই স্বাক্ষ্যপ্রমাণ পাওয়া দুস্কর। | 例えば、提示された頭蓋骨だが、法廷はどの頭蓋骨がベトナム人によって殺された人、B-52の爆撃で殺された人、そしてクメール・ルージュとは関係なく死んだクメール人のものなのか判断しなければいけない。 |
10 | তবে ডকুমেন্টেশন সেন্টার অফ ক্যাম্বোডিয়া বলেছে যে এখনও হাজারও দলিল বিদ্যমান যার দ্বারা যুদ্ধাপরাধ প্রমাণ করা যাবে। | Cambodian Defenders Projectの弁護士も、事件は30年前に起きたもので、証拠や目撃者を見つけるのが難しいということに同意見だ。 |
11 | এইসব দলিল ছাড়া বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য এখনও নেয়া হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ বর্তমানে ক্যালিফোর্নিয়ার লং হাউজে নিরাপদে আছে, যারা গণহত্যার পরে সেখানে পালিয়ে গিয়েছিল। | しかし、Documentation Center of CambodiaのYouk Chhang氏は、被告人らの戦争犯罪を関連付ける数十万もの文書が存在すると述べた。 |
12 | গণহত্যার শিকার হয়েছেন যারা তাদের আত্মীয় স্বজনের অধিকার আছে এক্সট্রা অর্ডিনারী চেম্বারস ইন দ্যা কোর্ট অফ ক্যাম্বোডিয়াতে বিশেষ শাখায় আরও অভিযোগ দাখিল করার। | 証拠書類に加えて、ジェノサイド後に多くのカンボジア人が再定住したカリフォルニア州ロングビーチなどで生存者の証言も集められている。 |
13 | অভিযোগ দাখিলের নিয়মাবলী এখানে পাওয়া যাবে। | 被害者とその親族は、カンボジア特別法廷被害者部門を通して告訴する権利がある。 |
14 | উপরের ছবিতে তুল স্লেং কারাগারে মৃতদের ছবি দেখা যাচ্ছে। | 告訴方法は、こちら。 |
15 | ছবি ইয়াররা৬৪ এর সৌজন্যে এবং ক্রিয়টিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | トゥール・スレン刑務所の顔写真:Yarra64撮影 クリエイティブ・コモンズ・ライセンスによる |