# | ben | jpn |
---|
1 | সাব-সাহারা আফ্রিকায় বিজ্ঞান ব্লগিং | サブ・サハラ・アフリカにおける科学関連ブログの実情 |
2 | ব্লগিং সাব সাহারা আফ্রিকায় জনপ্রিয় সংস্কৃতির একটি অংশ কিন্তু বিজ্ঞান নিয়ে ব্লগিং এখনো পেছনে পড়ে আছে। | ブログはサブ・サハラ・アフリカ(訳注:アフリカ(島嶼部を含む)のうちサハラ砂漠より南の地域)の日常生活で不可欠のものとなった。 |
3 | আফ্রিকার বিজ্ঞান বিশ্বে অংশীদারিত্বের সংস্কৃতি বৃদ্ধির অনেক উদ্যোগ নেয়া হয়েছে, তদুপরি আফ্রিকার বিজ্ঞান ব্লগ, বিশেষত গবেষণা বিষয়ে যথেষ্ট নয়। | しかし、同地域における科学分野のブログは今も後れを取っている。 アフリカ科学界の情報共有化の風土を醸成しようと、さまざまな取組が行われてきたものの、今もって科学分野に関するブログは極めて少ない。 |
4 | জনগণের আগ্রহ কম? | 特に研究分野においてその傾向は顕著である。 |
5 | বিজ্ঞান ব্লগের এই স্বল্পতার সম্ভাব্য কারণ এই মহাদেশে বিজ্ঞান গবেষণার অসম উন্নয়ন; সর্বজন জ্ঞাত যে আরও গবেষণার প্রয়োজন। | 一般市民の関心が薄いからか? このように科学分野のブログが少ない理由は、アフリカ大陸における科学分野の研究の発展が他国と比べ遅れていることと関連していると考えられる。 |
6 | বি রুয়েল তার ব্লগে ব্যাখ্যা করেছেন [ফরাসী]: | それゆえ、更なる研究の必要性が広く認識されている。 |
7 | দক্ষিণপূর্ব এশিয়া উন্নয়নের যে স্তরে পৌঁছেছে আফ্রিকার দেশগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ প্রয়োজন; বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে আফ্রিকা দুর্বলতা দূর করে টিকে থাকতে পারে; এটি ক্রম বর্ধনশীল অসম পৃথিবীতে গোষ্ঠীগত অশ্রদ্ধা ও দাঙ্গা দূর করার একমাত্র পথ; বিশ্ব জ্ঞান ভাণ্ডারে আফ্রিকার অবদান রাখার একমাত্র উপায়। | B. リュエルは、自身のブログ[fr]で下記のように言っている。 東南アジア諸国が今あるようなレベルまで発展を遂げたことを見れば、アフリカ諸国も科学技術への投資の必要性が分かるはずである。 |
8 | সেনেগালের ডাকারে কাইখ আন্টা দিওফ বিশ্ববিদ্যালয় ছবি মারিয়াম লুভিয়ট (সিসি লাইসেন্স - বাই) | 科学技術こそ、いつまでも消し去ることのできないアフリカの国際貿易上の欠陥を解消する唯一の手段である。 また、世界で不平等が拡大している中で、人種差別及び外国人嫌悪を阻止する唯一の手段でもある。 |
9 | এই মহাদেশে মেধাবী বিজ্ঞানীর সংখ্যা কম নয়। | 更にまた、アフリカが全世界の人知の共同利用に貢献していることを積極的にアピールするためにも必要な一つの方策でもある。 |
10 | বার্নাড কম আফ্রিকার বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা [ফরাসী] তৈরি করেছেন এবং তাদের মধ্যে কিছু ওয়েবেও সক্রিয়। | セネガルの首都ダカールにあるシェイク・アンタ・ジョップ大学 撮影:Myriam Louviot (CC-License-BY) |
11 | জাক বনজাও ক্যামেরুনের প্রকৌশলী যিনি আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের (AUV) পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। | アフリカに優れた科学者が少ないわけではない。 ベルナール・コムは間髪を入れずにアフリカの最も著名な科学者を何人か列挙する[fr]。 |
12 | তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন [ফরাসী]: | そのうちのある者は、ウエブ上でも積極的に活動している。 |
13 | আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়কে (AUV) একটি সম্পূর্ণ দূরপাঠ্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় স্বল্প ব্যয়ে আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। | Jacques Bonjawoはカメルーン人技術者で、アフリカン・バーチュアル大学(AVU)理事長の職を務めている。 彼はこの大学の目的[fr]を語っている。 |
14 | আমরা আধুনিক মানসম্পন্ন পাঠ্যক্রমের ব্যবস্থা করেছি যার লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে শ্রম বাজারের জন্য দ্রুত কর্মক্ষম করে গড়ে তোলা। | AVUは全ての講義をインターネット上で行う大学であり、その目標はスケールメリットを生かし低コストで多くのアフリカ人を教育しようとするものである。 また、AVUは時代の要請に合った質の高いカリキュラムを編成しており、その狙いは、労働市場で即戦力となる学生を育てようとするものである。 |
15 | মালাউয়ির জামোজে গন্ডওয়ি বিজ্ঞানে আফ্রিকার অধিকতর অংশগ্রহণের বিষয় উপলব্ধি করেছেন। | マラウイ出身のMzamose Gondweは、アフリカは科学への取り組みに力を入れる必要がまだまだあると認識している。 |
16 | ব্লগের বিষয়বস্তু হচেছ, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষগণ। | そのような認識が、African Science Heroes(アフリカ科学の英雄たち)というブログを立ち上げる動機となった。 |
17 | তিনি বর্ণনা করেছেন যে লক্ষ্য তিনি অর্জন করতে চান: | 彼女は達成目標を下記のように示している。 |
18 | বিজ্ঞানে যেসমস্ত আফ্রিকার বিজ্ঞানী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষদের তথ্য মুদ্রণ, চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করেছি। | 私は、書面、展示物およびAfrican Science Heroes(アフリカ科学の英雄たち)と題する映画の中で、科学分野において顕著な貢献をしたアフリカ人科学者を記録した。 |
19 | এইভাবে, আমি আশা করছি আফ্রিকার বিজ্ঞানের অর্জন নিয়ে গর্ব করার অনুভূতি সৃষ্টি করতে এবং বিজ্ঞানের সাথে জনসাধারণের সম্পর্ক বৃদ্ধি করতে। | こうすることで、私はアフリカの科学分野における業績の中に自尊心を生み出そうと考えている。 また、一般市民の科学への関心を高めようと考えている。 |
20 | পাখির খাঁচায় আফ্রিকার গবেষণা? | アフリカの研究は固定観念を持って見られている? |
21 | প্রধান ধারার গণমাধ্যমে আফ্রিকার বিজ্ঞানের সংবাদ যখন আসে, সেটি সাধারণত পরিবেশগত কর্মসূচী, গণস্বাস্থ্য অথবা ভিনদেশীয় প্রাণী নিয়ে গবেষণা সম্পর্কিত হয়ে থাকে। | アフリカから発信される科学関連ニュースが主要メディアに登場する場合、それは通常、環境計画であり、公衆衛生でありまたは珍獣に関するものである。 例えば、多くの電子メディアにしばしば取り上げられ話題となった典型例として、マダガスカルに生息する雌ハイイロネズミキツネザルの交尾習性に関する最近の研究報告がある。 |
22 | একটি আদর্শ উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে গবেষণা প্রবন্ধে প্রকাশিত মাদাগাস্কারে স্ত্রী ধূসর মাউস লেমুরএর যৌন আচরণ অনলাইন মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছে। | この「乱交型霊長類における雌支配下での代償の大きいセックス」と題する報告書は、科学に携わる者以外の人たちから多大の興味を持って迎えられる宿命を持っていた。 結局、その研究は、ハイイロネズミキツネザルの種の保存戦略について興味ある結論を導き出している。 |
23 | সাধারণ পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য এটির শিরোনাম ছিল “স্ত্রীর নিয়ন্ত্রণে অপরিচ্ছন্ন স্তন্যপায়ীর মূল্যবান সেক্স”। | つまり、サラ・リードンはScience NOWの中で下記のように言っている。 |
24 | এটি প্রকাশের পরে, এই গবেষণা থেকে প্রজাতির টিকে থাকার কৌশল সম্পর্কে আকর্ষণীয় সারমর্ম যেমন সারা রিয়াডন সায়েন্স নাউ এ ব্যাখ্যা করেছেন: | 研究チームの結論によると、一妻多夫妻制は、解明されていない幾ばくかの進化上の強みを雌にもたらしている。 さもなければ雌は実際にはただ快楽を求めているだけである。 |
25 | দলগত সিদ্ধান্ত হচ্ছে, বহুগামী আচরণের মাধ্যমে স্ত্রী বিবর্তনের দিক থেকে কিছু অজ্ঞাত সুবিধা পেয়ে থাকে অথবা শুধুমাত্র বিনোদনের জন্য এটি করে থাকে। | アフリカの科学技術は、他の分野でも貢献できる多くのものを持っている。 Afrigadgetというブログは、特定された問題を解決しようとする革新的工業計画に焦点を当てている。 |
26 | অন্যান্য বিষয়ে আফ্রিকার বিজ্ঞান ও প্রকৌশল আরও বেশী অবদান রাখছে। | 一例として、ケニアのバイオガス利用計画がある。 |
27 | ব্লগ আফ্রিকাগেজেট নির্দিষ্ট সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকৌশল বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছে। | ポーラ・カフンブは、ピキピキ(スワヒリ語でオートバイ)を、どのようにしてガスの素となる牛糞の効率的運搬に役立つように改良したかを語っている。 |
28 | এইজাতীয় একটি প্রকল্প হচ্ছে কেনিয়ায় বায়োগ্যাস প্রকল্প স্থাপন। | 私が抱えている問題は、この地域一帯の多くの人たちにとって共通のものである。 ここの人たちは借家はあるが、家畜は飼っていない。 |
29 | পলা কেহামবা বর্ণনা করেছেন কিভাবে পিকি পিকি (কিসওহালিতে মোটর বাইক) দক্ষভাবে গোবর বিতরণে সাহায্য করে: | でも、周辺には広大な畜産農場がある。 そこで、ドミニクはある解決策を思いついた。 |
30 | যে সমস্যাটি আমি মোকাবেলা করেছি তা আশেপাশের অনেক জাতিগোষ্ঠীর মধ্যে দেখেছি, আমরা বাসা ভাড়া করেছি কিন্তু আমাদের কোন গবাদি পশু নাই। | それは仕事の機会を生み出し、また糞を素早く効率的に運ぼうとするものである。 まず、路傍の町工場へ行き牛糞運搬車を作ってもらった。 |
31 | কিন্তু আমাদের চারপাশে অসংখ্য গবাদি পশুর খামার আছে। | つまり、それは牛糞を運ぶために特注した被牽引車である。 Africamaatプロジェクトはアフリカ科学全史および発明者を記録しようとするものである。 |
32 | নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দ্রুত ও দক্ষভাবে বর্জ্য অপসারণের সমাধান নিয়ে ডমিনিক এগিয়ে এসেছে। | 更なる詳細は 下記[fr][dead link]のおとりである。 |
33 | আফ্রিকামাট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার বিজ্ঞান ও তার উদ্ভাবকদের সম্পূর্ণ ইতিহাস লিপিবদ্ধ করা। | 我々がAfricamaatで実施していることは、アフリカ黒人を国際社会の科学史から組織的に排除するのは、きわめて恣意的な行為であるということを明らかにしようとするものである。 このビデオでユーチューブユーザーのWhite Africanは、ガーナのエンジニア、Killian Dekuが考案した装置を紹介している。 |
34 | আরও সুস্পষ্টভাবে, উল্লেখ করা হয়েছে [ফরাসী]: | その装置は水に必要な量の塩素を注入することができるものである。 公開へ開かれた道 |
35 | বিশ্বের বিজ্ঞানের ইতিহাস থেকে গভীরভাবে নির্বিচার থেকে বিধিবদ্ধভাবে কালো আফ্রিকা বাদ দেওয়ার প্রক্রিয়া প্রদর্শন করা আমাদের লক্ষ্য। | マダガスカルには、キツネザルが生息していることで多くの人々の注目が集まっているが、国民はそんなことは当たり前のことだと思っている。 だが、見過ごしてならないことは、マダガスカルで科学に関するブロググループが現れ始めたということである。 |
36 | এই ভিডিওতে, ইউটিউব ব্যবহারকারী হোয়াইট আফ্রিকান ঘানার প্রকৌশলী কিলিয়ান ডেকু কর্তৃক উদ্ভাবিত পানিতে ক্লোরিনের পরিমাণ নির্ধারণের যন্ত্র প্রদর্শন করছে: | いくつかのプロジェクトは国家の科学資料を集約しそれを国民が利用できるようにしようとしている。 Ange RakotomalalaはTheses Malgaches en ligne [mg]というウェブサイトの目的を次のように述べている。 |
37 | উন্মুক্ত প্রকাশনা | このウェブサイト上で、2002年以降に公表された論文類をすべて閲覧することができる。 |
38 | মাদাগাস্কারের মানুষের চেয়ে লেমুর নিয়ে অনেক শিরোনাম হয়েছে। | 科学者グループのブログ、MyScienceWorkは科学者間の情報共有の文化を進展させようとしている[fr]。 |
39 | তদুপরি, এটি অনুল্লেখ করা ঠিক নয় যে বিজ্ঞান ব্লগিং গোষ্ঠী কাজ শুরু করেছে। | 明日の科学に求められる風土を形成するために、科学はより広範な専門分野に目を向けるよう努めなければならない。 |
40 | বেশ কিছু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের বৈজ্ঞানিক সম্পদ সংগ্রহ করা ও তা জনগণের কাছে সহজ প্রাপ্য করা। | また、科学は科学の素人にも、一般国民にも、科学研究者にも身近なものでなければならない[.. ]。 |
41 | এনজ রাকোটোমালালা থেসে মালাগাছে অঁ লিনে[mg] ওয়েবসাইটের উদ্দেশ্য বর্ণনা করেছেন: | 2011年、我々は北部アフリカの国々から提供を受けたITに関する記事を公開した。 |
42 | এই ওয়েবসাইটে, ২০০২ থেকে প্রকাশিত সকল থিসিস ও গবেষণাপত্র আপনি খুঁজতে সক্ষম হবেন। | また、ベルギーの著名な研究者とのやり取りの中の記事や博士課程の学生から提供を受けた神経科学、農学および宇宙生物学の中の記事を公開した。 |
43 | বিজ্ঞানী সম্প্রদায়ের ব্লগ আমারবিজ্ঞানকর্ম এর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানীদের মাঝে আদান প্রদানের সংস্কৃতি গড়ে তোলা [ফরাসী]: | このような記事を公開するのは、一般知識の中には科学に関する知識も取り込まれていなければならないと認識しているからである。 ご精読に感謝申し上げます。 |
44 | আগামী দিনের প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কৃতি গঠনের লক্ষ্যে, বিজ্ঞানকে বহুমুখী করার জন্য সংগ্রাম করতে হবে। | 次のメッセージを伝えてください。「 共有とは生きることである」 |
45 | এটি অবশ্যই বিজ্ঞান মনস্ক, সাধারণ জনগণ, গবেষক বিজ্ঞানীদের কাছে সহজ প্রাপ্য হতে হবে[..] ২০১১ সালে, আমরা স্বনামধন্য বেলজিয়ান গবেষকদের সাথে যোগাযোগের ভিত্তিতে, উত্তর আফ্রিকার দেশগুলো থেকে তথ্য প্রযুক্তির উপর এবং পিএইচডি ছাত্রদের নিকট হতে স্নায়ুবিজ্ঞান, কৃষিতত্ত্ব এবং এক্সোবায়োলজির উপর প্রবন্ধ প্রকাশ করি [..] আমরা এটি করেছি কারণ আমরা বিশ্বাস করি সাধারণ জ্ঞান বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে এবং পঠনের জন্য আপনাকে ধন্যবাদ। | 最後に、アフリカでもっとも著名な科学者の一人、シェイク・アンタ・ジョップのアフリカ科学に関する言葉を紹介する。 それはAfricamaat[fr]に 下記[dead link]のように掲載されている。 |
46 | অনুগ্রহ করে প্রচার করুন “বিতরণই জীবন”। | 一方で、アフリカの科学専門家は堅実な手段を選ばなければならない。 |
47 | আফ্রিকার সুপরিচিত একজন বিজ্ঞানী, কাইখ আন্টা দিওফ এর মতে, আফ্রিকামাটে বর্ণিত [ফরাসী] আফ্রিকায় বিজ্ঞান নিয়ে সর্বশেষ কথা হচ্ছে: | そうすれば我々は独自の手法により、科学の事実を発見できるようになるに違いない。 そして、そのようにして発見された事実は外部のだれからの承認も必要としない。 |
48 | একইসঙ্গে, আফ্রিকার বিশেষজ্ঞরা অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। | 更にまた、堅実な手段を選ぶことにより知的自主性を保つことができるようになるに違いない。 |
49 | আমাদের মেধা স্বত্ব স্বশাসন রক্ষার জন্য, অন্যের অনুমোদন ছাড়াই এবং আমাদের নিজেদের দ্বারাই বৈজ্ঞানিক তথ্যানুসন্ধানে সক্ষম হতে হবে। | 校正:Rie Tamaki |