# | ben | jpn |
---|
1 | ম্যাসেডোনিয়াঃ সফটওয়ার স্বাধীনতা দিবস বৈশ্বিক সফটওয়ার স্বাধীনতা দিবসের অংশ হিসাবে মুক্ত সফটওয়ার ম্যাসেডোনিয়া তৃতীয়বারের মত স্কপিয়ের কেন্দ্রে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। | マケドニア:ソフトウェア・フリーダム・デー |
2 | তারা ৪ঠা অক্টোবর আয়োজিত অনুষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তুতকৃত উবুন্টু লিন্যাক্সের লিফলেট ও ডিস্ক বিতরণ করেছে। | 世界ソフトウェア・フリーダム・デーの一環として、フリー・ソフトウェア・マケドニアはスコピエの中心街で第3回目ととなるイベントを開催した。 |
3 | যার মধ্যে অন্যান্য অপরেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী মুক্ত সফটওয়ার প্রোগ্রাম ও সুইডিস পাইরেসি সংস্কৃতির উপরে নির্মিত একটা চলচ্চিত্র “স্টিল দিস ফিল্ম” ও ছিল। সফটওয়ার মুক্ত দিবসের প্রচারপত্র | 10月4日、リーフレットや、このイベントのために特別に用意され他のOS用のフリーのアプリケーションとスウェーデンの海賊版文化についての映画『Steal This Film』が入ったUbuntuのCDを配布した。 |
4 | স্কয়ারে অনুষ্ঠান শুরু হলে দিবসটির তাৎপর্যে অনুপ্রাণিত হয়ে একদল শিল্পী একে উৎসর্গ করে যৌথভাবে একটি ছবি আঁকে। | イベントは広場で始まり、アーティストのグループがコラボレーションで、この日のための、この日に発想を受けた絵を描いた。 |
5 | ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া ব্লগের একজন সদস্য লেখেন (ম্যাসেডোনিয়ানে): | フリー・ソフトウェア・マケドニアのブログで、メンバーがこの様に書いている[マケドニア語]: |
6 | ক্যানভাসটি স্কয়ারের মানুষদের মনোযোগ আকর্ষণ করে যদিও সে সময়ে আরো অনেক অনুষ্ঠান চলছিলো। | 広場では同時に他にもイベントが行われていたにも関わらず、このキャンバスは人々の注目を引いた。 |
7 | তাৎক্ষণিকভাবে শিল্পীরা আঁকতে শুরু করে এবং ক্যানাভাসে অনতিবিলম্বে ভেসে ওঠে “ফ্রি সফটওয়ার” লেখা। | アーティストはさっそく作業に取り掛かり、キャンバスにはすぐに「フリー・ソフトウェア」の文字ができ上がった。 |
8 | সফটওয়ার স্বাধীনতা দিবসের জন্য অঙ্কিত ক্যানভাস | 彼らは人びとの反応とイベントに満足している[マ語]: |
9 | মানুষের সাড়া এবং অনুষ্ঠান দেখে তারা পরিতৃপ্ত ছিল (ম্যাসেডোনিয়ান ভাষায়): | 私たちはたくさんの人びとに情報を提供し、何人かは立ち止まって質問もしてきました。 |
10 | আমরা অনেক মানুষকে তথ্য সরবরাহ করেছি এবং অনেকেই থেমে দাড়িয়েছে এবং প্রশ্ন করেছে। | 具体的な質問をする人もいましたが、ほとんどの人たちはこのイベントと活動に対して、一般的な興味を持っていました。 |
11 | কিছু মানুষের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তবে অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ে বেশীরভাগের সরল আগ্রহ দেখা গেছে। | |
12 | প্রত্যাশার চেয়েও অনুষ্ঠানটি ভাল হয়েছে। | 全体的に、イベントは予想していたよりもうま行きました。 |
13 | যারা ফ্রি সফটওয়ার সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছে সম্ভবত তারা আবার আসবে “জ্ঞান বিনিময়” অথবা “চলচ্চিত্র বিনিময়” কার্যক্রমে অংশ নিতে। তখন আমরা তাদের সাথে আরো গাঢ় যোগাযোগ স্থাপন করতে সমর্থ হবো। | おそらく、フリーソフトウェア文化に興味を持った人たちは、いつか「知識を共有」したり「映画を共有」するためにやって来て、さらに接触を深めることができるかもしれません。 |
14 | ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া প্রতি সপ্তাহে অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেমন: “জ্ঞান বিনিময়”, যেখানে তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় কর থাকে। ফ্রি সফটওয়ারে আগ্রহী মানুষদের সাথে আলোচনা করে। | フリー・ソフトウェア・マケドニアは、フリーソフトウェアに関心を持つ人びと知識を共有、実験、そして話し合いをする「Share Knowledge」や、興味深いプレゼンテーションや、オープンコンテンツ映画、YouTubeのプレイリストを見せる「Share Movie」のようなイベントを毎週開催している。 |
15 | মজার উপস্থাপনা, উন্মুক্ত বিষয়ের চলচ্চিত্র এবং ইউটিউবের প্লেলিস্ট সম্বলিত চলচ্চিত্র বিনিময় করে। | これらのイベントは誰でも歓迎で、無料で参加できる。 |
16 | এইসমস্ত আয়োজনে যেকোন মানুষ অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হয় এবং তারা কোন খরচ ছাড়াই অংশ নিতে পারে। আলোকচিত্রের জন্যে কৃতজ্ঞতা: ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া, যা ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | 写真: Free Software Macedonia クリエイティブ・コモンズ・ライセンス(BY-SA 3.0)にて使用 |