# | ben | jpn |
---|
1 | আর্মেনিয়ান গণহত্যার ইতিহাসের নিখোঁজ শব্দটি হলো: ন্যায়বিচার | アルメニア人虐殺を語るとき、欠けている言葉は正義です |
2 | আলেপ্পো, জানুয়ারি ১৯২০: আমেরিকান রিলিফ আই হাসপাতালে একদল আর্মেনিয়ান উদ্বাস্তু। | 1920年1月アレッポにて。 |
3 | ছবিটি ইউনিভার্সিটি অব মিশিগান এক্সপেডিশন থেকে নেয়া। গত ২৪ এপ্রিল, শুক্রবার আর্মেনিয়ান গণহত্যার শতবার্ষিকী পূর্ণ হয়েছে। | American Relief eye hospitalのアルメニア難民。 |
4 | আর্মেনিয়ান'রা গণহত্যার জন্য তুর্কি কর্তৃপক্ষকে দায়ী করে আসছে। গণহত্যায় প্রায় ১৫ লক্ষ মানুষ নিহত হন, যা অটোমান সাম্রাজ্যে বসবাসকারী আর্মেনিয়ান জনসংখ্যার এক-তৃতীয়াংশ। | 撮影:ミシガン大学調査隊ジョージ・R・スウェイン、アン・アーボア、ミシガン。 |
5 | এরা সবাই গণহত্যা, নির্বাসন এবং দুর্ভিক্ষে মারা গেছেন। | パブリック・ドメイン。 |
6 | ইতোমধ্যে ২২টি দেশ আর্মেনিয়ান গণহত্যার স্বীকৃতি দিয়েছে। | 4月24日金曜日、トルコ当局による150万人ものアルメニア人の殺害から100年を迎えた。 |
7 | স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে লাতিন আমেরিকার পাঁচটি দেশ রয়েছে। | 当時オスマン帝国に居住していたアルメニア人のおよそ3分の1が虐殺、強制移住そして飢饉により消し去られた。 |
8 | এগুলো হলো: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচে' বেশি আর্মেনিয়ান বাস করেন আর্জেন্টিনায়। | アルメニア人虐殺を公式に認定した22か国のうち、5か国はアルゼンチン、ボリビア、チリ、ウルグアイそしてベネズエラの南米諸国である。 |
9 | সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দেশ। | ラテンアメリカで最もアルメニア人居住区が集中しており、世界でも3番目に多いのがアルゼンチンである。 |
10 | দেশটিতে ৭০,০০০-১৩৫,০০০ এর মতো আর্মেনিয়ান বংশোদ্ভূত মানুষ রয়েছেন। | 推定7万人から13万5千人が暮らしており、その中にアルゼンチン人ジャーナリスト、ララ・トートニアン(@LalaKarenina)の家族も含まれている。 |
11 | এদের মধ্যে আর্জেন্টিনার সাংবাদিক লালা টাউটোনিয়ানের পরিবারও আছে। | @LalaKareninaの祖父母の物語は今日でも胸に響く。 |
12 | লালা কারেনিনা'র দাদা-দাদীদের সময়কার যে ঘটনা এখনো অণুরনিত হয়: সেটি হলো আর্মেনিয়ান গণহত্যা। | これはアルメニア人虐殺(#ArmenianGenocide)の実話である。 |
13 | টাউটোনিয়ান সম্প্রতি আর্জেন্টিনার বিচার ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশনা ইনফোজাজ নোটিসিয়াসে তার দাদা-দাদীদের সেই সময়ের ঘটনাবলী- তারা কীভাবে নতুন করে বাঁচার আশায় পৃথিবীর অপরপ্রান্তে ভ্রমণ করেছেন, নতুন করে জীবন শুরু করেছেন সেসব নিয়ে লিখেছেন: | トートニアンは最近になって祖父母の体験をアルゼンチン司法省が発行する「インフォフス・ノティシャス」に語り、彼らがいかにして地球の裏側まで旅をして虐殺から逃れ新生活を始めたかを説明した。 |
14 | আমার দাদী নাজলী বুলেটের আঘাতে জখম হয়েছিলেন। | 父方の祖母であるナズレは、腕が撃たれた痛みも感じませんでした。 |
15 | কিন্তু তিনি আমাকে বলেছেন, কখনোই মনে হয়নি তার হাত বুলেটবিদ্ধ। | 弟をしっかりと抱いていたときに、どろりとした茶褐色の血が、自分と弟の手を染めていくのに気づいたのです。 |
16 | কারণ তিনি তার ছোট ভাইকে শক্ত করে ধরে রেখেছিলেন। যখন খেয়াল হলো ততোক্ষণে তার হাতে রক্ত জমাট বেঁধে গেছে। | この話をしてくれたとき、祖母はその時の傷を見せてくれましたが、眉間にはしわが寄り、目は一点を凝視し、声も硬く…… |
17 | তবে তিনি বিচলিত হননি। | 母方の祖父ヴァーテヴァーは妻と赤子がどんな殺され方をしたのか話してくれました。 |
18 | স্থির দৃষ্টিতে ক্ষতস্থানটা দেখেছেন। | 99歳でこの世を去る瞬間まで輝いていたターコイズブルーの瞳のまさに目の前で殺されたのです。 |
19 | তখনও কথাবার্তায় দৃঢ়তা ধরে রেখেছিলেন… | また、祖父はトルコ人が通り過ぎるまで砂漠の砂の下に隠れて生き残ったときのことを聞かせてくれたのです。 |
20 | আমার নানার নাম ভার্টেভার। | 死にかけたラバの尿も飲みました。 |
21 | ৯৯ বছর বয়সে তিনি মারা যান। | その時仲間たちは死の行進を強制され枯れ葉のように倒れ…… |
22 | তিনি আমাকে বলেছেন, কীভাবে তার চোখের সামনেই তার স্ত্রী-পুত্রকে হত্যা করা হয়েছে। | トルコ政府は実際にジェノサイド(民族大虐殺)が起きたとは認めていない。 |
23 | তাছাড়া জীবন বাঁচাতে মরুভুমির ভিতরে কীভাবে লুকিয়ে ছিলেন, সেকথাও আমাকে বলেছেন। | 第一次大戦中に多くのアルメニア人が殺されたことについては認めながらも、トルコ人の多くも同じ目にあったと断言しており、大虐殺は戦争中に噴出した民族や党派間の暴力の結果双方が引き起こしたものだと主張している。 |
24 | তুরস্ক অতিক্রম করার সময়ে তার সঙ্গীরা যখন একে একে শুকনো পাতার মতো ঝরে যাচ্ছে, তখন তিনি মৃতপ্রায় খচ্চরের প্রস্রাব পান করেছেন… | トートニアンは記事で次のように続ける。 |
25 | তুরস্কের সরকার অবশ্য গণহত্যার ঘটনা অস্বীকার করে আসছে। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বিপুল সংখ্যক আর্মেনিয়ান যে মারা গেছেন, এটা স্বীকার করেন। | ジェノサイドの結果生まれたものは憎しみ、恨み、苦痛、怒り、過激なナショナリズム、安直な排外主義といったもので、これらは絶えず自己増殖を続けています。 |
26 | যদিও তারা যুক্তি দেখান, উভয় পক্ষের মধ্যে সংঘটিত জাতিগত সহিংসতায় এ সময়ে অনেক তুর্কি নাগরিকও নিহত হয়েছেন। টাউটোনিয়ান আরো লিখেছেন: | しかしその一方で、人々が破壊しようとし、消し去ろうとし、沈黙させようとした文化、言語、宗教、記憶を守ろうとする強い気持ちも生じました。 |
27 | গণহত্যার ফলাফল হিসেবে: ঘৃণা, তিক্ততা, বেদনা, বিরক্তি, উগ্র জাতীয়তবাদ, অন্ধ দেশপ্রেম এসবের পিছনে জল ঢেলেছে। তবে অন্যদিকে সংস্কৃতি, ধর্ম, ভাষা, স্মৃতি বাঁচিয়ে রাখার ইচ্ছাটাকে জাগ্রত করেছে। | 心象風景のひとつひとつ、死にかけた子供、レイプされた女性、入れ墨をされた祖父母、喉を切り裂かれた男たちの姿が思い出させるのは、私たちは生き続けなければならないということです。 |
28 | কেননা সেইসব দৃশ্য- প্রতিটি মুমূর্ষু শিশু, প্রতিটি ধর্ষিতা নারী, মৃত দাদা-দাদীর প্রতিটি ট্যাটু, প্রতিটি তিক্ত পুরুষ আমাদের মনে করিয়ে দেয় কেন আমাদের বেঁচে থাকতে হবে। | アルメニア人虐殺を語るとき、欠けている言葉は正義です。 |
29 | কারণ আর্মেনিয়ান গণহত্যার ইতিহাস থেকে একটি শব্দ নিখোঁজ হয়ে গেছে, সেটি হলো: ন্যায়বিচার | 校正:Takako Nose |