# | ben | jpn |
---|
1 | ইউক্রেন: স্ট্যালিন চা এক বিতর্ক উসকে দিয়েছে | ウクライナ:論争に火を付けた「スターリン・ティー」 |
2 | সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে [ ইউক্রেনীয় ভাষায়], ৪৬ শতাংশ ইউক্রেনের নাগরিক সোভিয়েত শাসনামলের প্রতি স্মৃতিকাতর হয়ে পড়েন, তবে এদের বেশির ভাগই পেনশনভোগী নাগরিক, এবং তারা একই সাথে দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দা। | 最近の世論調査によると、ウクライナでは46%もの人々が、旧ソ連に郷愁を感じている。 それらのほとんどが、東部と南部地域の住民であり、年金生活者だった。 |
3 | এদিকে পশ্চিম ইউক্রেনের ১৮ শতাংশ বাসিন্দা এবং ১৯ শতাংশ তরুণ নাগরিক একই ধরনের আবেগকে ধারণ করে থাকে। | その一方で、西部地域ではわずか18%、若者では19%が、同じ意識だった。 |
4 | অল্প সময় আগে শেষ হয়ে যাওয়া কমিউনিস্ট অতীতের প্রতি এ রকম ঝাপসা হয়ে টিকে থাকা মনোভাবের বিষয়টি বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুতকারীরা আগ্রহভরে গ্রহণ করেছে, যারা বছরের পর বছর ধরে তাদের পণ্যকে বাজারে বিক্রি করা জন্য সোভিয়েত আমলের প্রতীককে ব্যবহার করে আসছে। | 過去の共産主義に対する最近の意識がこのようにあいまいなことから、製造業者につけ込まれるすきをしばしば与えている。 製造業者は長年、商品を売り込むために旧ソ連の象徴を利用してきた。 |
5 | তবে সম্প্রতি ইউক্রেনের নিজস্ব উৎপাদিত চায়ের প্রচারণার জন্য পণ্যের নাম সমালোচিত সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের নামে রাখা হয়, যা ইউক্রেনের নেট নাগরিকদের মাঝে এক উত্তপ্ত আলোচনার সৃষ্টি করে, যাদের অনেকে মনে করে যে এবার এই পণ্যের বিপণন ব্যবস্থাপকেরা সীমা পার করে ফেলেছে। | それでもなお、悪名高い旧ソ連の独裁者、ヨシフ・スターリンにちなんで名付けられた国産茶の販売は、ウクライナのネット市民の間で熱い議論を引き起こした。 今回の場合は、業者が限度を越えている、と感じたネット市民が多かった。 |
6 | ফ্রেব্রুয়ারি মাসে, দিনোপ্রোপেট্রোভস্ক শহরের ইন্টারেনট ফোরাম ব্যবহারকারী ভোতোরই বিলবোর্ড বিজ্ঞাপনের বেশ কিছু ছবি প্রদর্শন করছে, যা “স্ট্যালিন” নামক চায়ের বিজ্ঞাপন। | 2月、 ドニプロペトロウシクのインターネット・フォーラム利用者Vtoroyは、「スターリン・ティー」を宣伝する掲示板の写真数枚を投稿し、こう書いている: |
7 | সে এখানে এই কথাগুলো লিখেছে [রুশ ভাষায়]: | 実際にスターリンの写真を使った屋外広告は初めて見た。 |
8 | এই প্রথম আমি [বাইরে এক বিজ্ঞাপন] দেখতে পেলাম, কোথাও স্ট্যালিনের সত্যিকারের ছবি ব্যবহার করা হয়েছে। | しかしながら、この商品はここ3年間、販売されたりされなかったりを繰り返している、と指摘するブロガーも何人かいた。 |
9 | তবে কয়েকজন ব্লগার খেয়াল করেছেন যে এই পণ্যটি তিন বছর ধরে মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। | 2008年に初めてそれを見て、LJ利用者sparrow_hawkは、こう書いた: |
10 | ২০০৮ সালে যখন প্রথম এই পণ্যটি দেখা যায়, তখন এলজে ব্যবহারকারী স্প্যারো_হক এই কথাগুলো লিখেছিল [ইউক্রেনের ভাষায়]: | このお茶の入れ方: 血を注ぐと、味わい深くなる。 |
11 | যে ভাবে এটি ফেনিয়ে ওঠে: রক্তে গরম করে তোলে, এবং প্রচণ্ডভাবে এলজে ব্যবহারকারী বুলাভেক, ডোনেৎস্ক এলজে কমিউনিটিতে একটি স্টোরের তাকে রাখা স্ট্যালিন চা-এর ছবি পোস্ট করেছে এবং লিখেছে [ইউক্রেনীয় ভাষায়] যে ২০০৯ সাল থেকে আবার তা ডোনেৎস্ক এবং দিনোপ্রোপেট্রোভস্ক-এ, এই চায়ের বিক্রি শুরু হয়েছে। | LJ利用者 bulavecは、Donetsk LJ communityの商品棚に「スターリン・ティー」の写真を掲示し、このお茶はかつて2009年に、ドネツィクやドニプロペトロウシクで売られていたと記した。 |
12 | সে সময় ক্রিমিয়ার এলজে ব্যবহারকারী তামিলা তাসেভা (তামিলা_তাসেভা) লিখেছিল [ইউক্রেনীয় ভাষায়] যে তার এলাকায় এই চা দেখতে পাওয়া যাচ্ছে না: | その頃、クリミア出身のLJ利用者Tamila Tasheva (tamila_tasheva)は、クリミアでも見たことがあると書いている: |
13 | দৃশ্যত, এ বছর “স্ট্যালিন” চা আবার ইউক্রেনের বাজারে ফিরে এসেছে। | どうやら、「スターリン・ティー」が今年、ウクライナの市場に戻ってきたようだ。 |
14 | কয়েকদিন আগে ফেসবুক ব্যবহারকারী ফাদার নিকোনার স্কিপিন এই চায়ের বিজ্ঞাপনের বিলবোর্ডের আরেকটি ছবি আমাদের প্রদর্শন করে, যে ছবিটি সম্প্রতি দিনোপ্রোপেট্রোভস্ক এলাকা থেকে নেওয়া হয়েছে: | 数日前、フェイスブック利用者のFather Nikanor Skipinは、このお茶を広告掲示板で宣伝する別の写真を投稿した。 同じ写真が最近、ドニプロペトロウシクでも撮影された: |
15 | ইউক্রেনের দিনোপ্রোপেট্রোভস্ক-এ, স্ট্যালিন চায়ের বিজ্ঞাপন। | 「スターリン・ティー」をPRする看板(ウクライナのドニプロペテロウシクで、Nikanor Skipin撮影) |
16 | ছবি নিকানোর স্কিপিন-এর। | その写真を受けて、彼は次の質問を投稿した: |
17 | এই ছবির নীচে, সে নীচের প্রশ্নটি পোস্ট করেছে [ইউক্রেনীয় ভাষায়]: | 愚かな写真をどう思うか? |
18 | কি ভাবে আপনারা এই ধরনের নির্বুদ্ধিতা পছন্দ করেন??? | 利用者 Tykholaz Igorは同調した: |
19 | ব্যবহারকারী ত্যায়াখোলাজ ইগোর একমত [ইউক্রেনীয় ভাষায়]: | дурня… |
20 | নির্বোধ… | ばかげている・・・ |
21 | ব্যবহারকারী ভ্লাদ পুপিয়েচ লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]: | 利用者 Vlad Pupychは書いた: |
22 | [আমি] শঙ্কিত, যে আমি হয়ত বিষাক্রান্ত হতে পারি। | 毒が入っているかもしれない。 |
23 | ব্যবহারকারী আলিনা লুকাশেভিচ লিখেছে [রুশ ভাষায়]: | 利用者 Alina Lukashevichは書いた: |
24 | এই পণ্য প্রস্তুতকারীরা উত্তম রসিক))) | 製作者はユーモアのセンスがすばらしい)))) |
25 | এছাড়াও ব্যবহারকারী সের্গে বাচা মন্তব্য করেছে [রুশ ভাষায়]: | 利用者 Sergey Bachaもコメントした: |
26 | যে কোন ভাবেই হোক, এই চা [বয়স্ক] নাগরিকদের জন্য, যে কারণে তারা এর প্রতীক হিসেবে স্ট্যালিনের ছবি বেছে নিয়েছে […][…] | このお茶はもちろん、年寄り向けに製造された。 |
27 | ব্যবহারকারী ভ্যালেরি কোলাসিইয়ুক এর জবাব দিয়েছেন [ইউক্রেনীয় ভাষায়]: | 根拠としては、年寄りはスターリンの肖像画を持っているからだ。 |
28 | আমার দাদির বয়স ৮৯ বছর। | 利用者 Valeriy Kolosyuk は応じた: |
29 | আমি দেখিনি যে সে কখনো স্ট্যালিনের প্রতি সহানুভূতিশীল ছিল। | 私の祖母はもうすぐ89歳だが、スターリンに共感していたことは知らなかった。 |
30 | বেলারুশের একজন ফেসবুক ব্যবহারকারী, এলেস রেজনিকভ লিখেছে [বেলারুশের ভাষায়]: | ベラルーシ出身のフェイスブック利用者、 Ales Reznikovは書いた: |
31 | এই বিষয়টি বেলারুশের নাগরিকদের তেমন বিস্মিত করেনি। | ベラルーシ人は驚かないだろう。 |
32 | সোভিয়েত উত্তর যুগে আরেকটি দেশে বিপণনের জন্য স্ট্যালিনের ছবি ব্যবহার করা হয়, তার উদাহরণ আমাদের সামনে তুলে ধরে কিয়েভ ভিত্তিক এলজে ব্যবহারকারী এবং ফটোগ্রাফার বোগা৪ ২০১০ -এর কিছু ছবি পোস্ট করেছে। | 旧ソ連後の他の国でスターリンが販売目的に使われた例として、キエフを中心としたLJ利用者で写真家のboga4 は、グルジア(ヨシフ・スターリンの出生国)の土産品店で2010年に撮影されたワインボトルの写真を投稿した。 |
33 | এই ছবিগুলো হচ্ছে মদের বোতলের যেগুলো জর্জিয়ার এক উপহারের দোকান থেকে নেওয়া। | グルジアの土産店にあったスターリン・ワイン。 |
34 | [জর্জিয়া জোসেফ স্ট্যালিনের জন্মভূমি] জর্জিয়ার এক উপহারের দোকানে স্ট্যালিন নামক মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে। | LJ 利用者 boga4撮影 |
35 | ছবি এলজে ব্যবহারকারী বোগা৪-এর। যদিও ২০০৭ সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ুশচেঙ্কো হলোডোমোর (১৯৩২-৩৩ সালে সংঘটিত ইউক্রেনের কৃত্রিম দুর্ভিক্ষের নাম)-এর জন্য যারা দায়ী তাদের সকল প্রতীক এবং মূর্তি নিষিদ্ধ করার এক আদেশ জারি করে (এই আদেশের মধ্যে সকল সোভিয়েত নেতা অর্ন্তভুক্ত রয়েছে), তবে এই নির্দেশ খুব কমই পালন করা হয়। | ヴィクトル・ユシチェンコ前大統領が2007年、ホロドモール(訳注 1932年から33年にかけ、旧ソ連のウクライナで起きた大飢饉)に責任がある人々(旧ソ連指導者はもちろん)に関するあらゆるシンボル化と記念碑建設の禁止令を出したけれども、これまでほとんど実行されていない。 |
36 | ২০১০ সালের জাপোরিঝাঝিয়ায় স্ট্যালিনের মূর্তি ভাঙ্গার দায়ে তরুণ একটিভিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিচার করা হয়, এই বাস্তবতা বর্তমান প্রশাসনের মনোভাব তুলে ধরছে। | 現政権の姿勢は、2010年にザポリージャでスターリンの記念碑を破壊したとして罪に問われた若い活動家達が、テロ罪で起訴された事実を見れば明らかだ。 |