# | ben | jpn |
---|
1 | মৌরিতানিয়া: ভুমি ধ্বসে জনগণ গৃহহীন হয়ে পড়েছে | モーリタニア:地滑りで多くの住民が家を失う |
2 | সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট ভুমি ধ্বসে মৌরিতানিয়ার বিভিন্ন অংশের শত শত পরিবার গৃহহীন [আরবী ভাষায়] হয়ে পড়েছে। | 最近降った豪雨により数ヶ所で地滑りが起こり、モーリタニアの各地にわたって数百世帯が家を失った状態 [ar]となっている。 |
3 | ভুমি ধ্বসে [২০১২ এর জুলাইয়ের শেষ ভাগে] বাড়ি ঘর ধ্বংস হয়ে যাওয়ায় কায়েদি [আরবী ভাষায়] (দক্ষিণ মৌরিতানিয়া), ম্যাকটা লাহজার ও আলেগ (কেন্দ্রীয় মৌরিতানিয়া) এবং নেমার (পূর্ব মৌরিতানিয়া) শত শত পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। | 2012年7月末に発生した地滑りは住人の家々を破壊し、カエディ [ar](モーリタニア南部 [ar] )、マクターラハジャ及びアレグ(同中部)、ネマ(同東部)に住む何百もの世帯が、屋根の下で暮らせない状況に置かれている。 |
4 | টানা দুই বছর কম বৃষ্টিপাতের পর এই ভারি বর্ষণ হল। | モーリタニアではここ2年間降水量が減ったため、国の全土で干ばつが起きていて、動物資源の多くが失われる恐れがあったが、それに続いてこの豪雨が起きた。 |
5 | এই অনাবৃষ্টি সারা মৌরিতানিয়াতে খরার সৃষ্টি করেছিল যেটি দেশের প্রানি সম্পদ প্রায় ধ্বংসের মুখোমুখি করে ফেলেছিল। | モーリタニア国民の生活は動物資源に多く依存しており、世界食糧計画の報告によると、約70万人の住民 [ar] が飢餓の危機に直面している。 |
6 | মৌরিতানিয়ার জনগন তাঁদের জীবনের জন্য এসবের উপর অতিমাত্রায় নির্ভরশীল; বিশ্ব খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, এর ফলে প্রায় ৭০ হাজার নাগরিক অনাহার ঝুঁকির সম্মুখীন হয়েছে। | Twitterユーザの@RimtodayRimによる、洪水の影響を伝える写真 |
7 | ছবিটি বন্যা পরবর্তী প্রতিক্রিয়া দেখাচ্ছে, টুইটারে প্রকাশ করেছেন @রিমটোডেরিম | Alegcom [ar]というブログでは洪水後のマグターラハジャ市の状況をこう述べている。 |
8 | আলেগকম [আরবী ভাষায়] ব্লগ বন্যার পর মাগতা-লিহজার শহরের অবস্থা সম্পর্কে বলছেঃ | マグターラハジャ [ar] 市での生活はここ最近厳しい状況に置かれている。 |
9 | মাগতা-লিহজার শহর এই কয়দিনে কঠিন পরিস্থিতি পার করেছে। | この前の月曜日明け方に、街を襲った洪水の波のせいだ。 |
10 | কারণ গত সোমবার শহরে আঘাতকৃত বন্যার স্রোতে বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে; যার ফলে প্রায় ৩০০ পরিবার গৃহহীন হয়েছে। | そのせいで少なくとも300世帯が避難し、希望街道が閉鎖された。 |
11 | দেশের মধ্য এবং পূর্বে অবস্থিত হোপ রাস্তা যেটি মৌরিতানিয়ার লাইফলাইন হিসেবে বিবেচিত সেটি বন্ধ হয়ে গেছে। | この道は、国の中央部と東部のモーリタニア人にとって生命線と考えられている。 |
12 | আলেগে ‘আশার রাস্তায়' বন্যার পানির ছবি। | 浸水した”希望街道”の写真、アレグにて。 |
13 | আলেগকম ব্লগ থেকে প্রকাশিত | ブログAlegcomより |
14 | এছাড়াও ব্লগটি সানক্রাফাহ থেকে একটি অল্প বয়স্ক মানুষের ডুবে যাওয়ার কথা বলছে [আরবী ভাষায়]: | ブログはまた、サングラファ出身の若い男性が溺死したことを述べている [ar]。 |
15 | সিদি মোহাম্মদ আহমেদ আজ বিকেলে সানক্রাফাহতে [ব্রাকনার দূর পূর্বে]পানিতে ডুবে মারা গেছে। | Sidi Mohamed Ahmed Layasが今日の午後、サングラファ(ブラクナ州極東部)で死亡した。 |
16 | ঐ এলাকায় সাম্প্রতিক বৃষ্টিপাত থেকে জমাকৃত বদ্ধ পানিতে তিনি ডুবে যান। | その地方に最近降った雨により淀んだ水たまりができていて、そこで溺れたのだ。 |
17 | কানকোসাটুডে [আরবী ভাষায়] ব্লগও একই গ্রাম থেকে ৩০ টি পরিবারের স্থানচ্যুতির কথা বলছেঃ | またKankossatoday [ar] というブログは、こうした村の一つから避難した30世帯について伝えている。 |
18 | প্রবল বর্ষণে সৃষ্ট এই বন্যা কার্ল ফ্লে গ্রাম (কানকোসা থেকে ৩০ কি মি ) প্রত্যক্ষ করেছে, যেখানে ঘর বাড়ি ভেসে যাওয়ায় নুন্যতম ৩০ টি পরিবার গৃহহীন হয়েছে। | Cerl Fle村(カンコーサから南に30キロの場所)の人々が見舞われた、この豪雨による洪水では、住宅が流されたため少なくとも30世帯が避難する事態となった。 |
19 | মি বলাই, যিনি গ্রামের অফিসিয়াল ব্লগটিতে বলেছেন, ২৪ টি বাড়ি পুরোপুরি ভেসে গেছে ও ৬ টি বাড়ি ধ্বংস এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। | 村の職員であるBolay氏は、24軒が完全に流され、他の6軒は壊れて住めない状態になっているとブログで証言している。 |
20 | ফেইসবুকের মউরিতানিয়া ডিমাইন [আরবী ভাষায়] পাতাটি কায়েদিতে গৃহহীনদের সঙ্গে সংহতি দেখিয়েছে: | FacebookのMauritanie demain [ar] のページは、カエディの家を失った人々との団結を示している。 |
21 | সকালের নাস্তা খাবার সময় কায়েদির ভাইদের জন্য দোয়া করতে ভুলো না। | 朝食の時に、カエディに住む兄弟たちへの祈りを忘れるな。 |
22 | আজকের বৃষ্টিতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। | 彼らは最近の雨によって、大変な被害を受けたのだ。 |