# | ben | jpn |
---|
1 | সৌদি আরব: রাজ্যের প্রথম মহিলা অলিম্পিক ক্রীড়াবিদদের ‘পতিতা’ আখ্যা | サウジアラビア:「売春婦」と呼ばれた女性アスリートたち |
2 | আনুষ্ঠানিকভাবে আগামীকাল (২৭ জুলাই) শুরু হতে যাওয়া ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সৌদি আরব দু'জন মহিলা ক্রীড়াবিদ পাঠাতে যাচ্ছে। | ロンドン五輪2012特集記事の一部より。 サウジアラビアは、明日(7月27日)から開催される2012年ロンドンオリンピックに2名の女性選手を送り出す。 |
3 | রাজ্যকে এ যাবৎকালে প্রথমবারের মতো দু'জন নারী ওয়োজদান শাহেরকানি (জুডো) এবং সারাহ আতার (শরীরচর্চা) প্রতিনিধিত্ব করছেন - যেখানে রক্ষণশীল ধর্মীয় মোল্লারা নারীদের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করতে নিষেধ করে থাকেন। | ウォジダン・シャハルハニ(柔道)とサラ・アタル(陸上競技)は王国初の女性代表選手となるが、サウジ国内では保守的な宗教指導者が女性のスポーツ競技への参加を禁じている。 |
4 | প্রতিযোগিতায় তাদের সম্ভাব্য অংশগ্রহণ অনুমান করে একটি হ্যাশট্যাগে তাদেরকে “অলিম্পিকের পতিতা” হিসেবে বর্ণনা করাসহ টুইটারে প্রতিক্রিয়ার আকস্মিক প্রবাহ সৃষ্টি হয়েছে। | ツイッターでは彼女たちの五輪出場をめぐる話題で炎上しており、「オリンピックの売春婦」と称するハッシュタグもある。 |
5 | লন্ডন ২০১২ থেকে মহিলাদের বাদ দেয়া হবে - এর আগে সৌদি আরব এই ঘোষণা দিলে রাজ্যটিকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার একটি আহবানের সম্মুখীন হয়। | サウジアラビアは当初2012年のロンドンでは女性を参加させないという表明をし、五輪への参加停止を迫られた。 ロンドン五輪に参加する2名のサウジ女性。 |
6 | এই দু'জন সৌদি মহিলা লন্ডন অলিম্পিকে অংশ নিচ্ছে। | 公式ページ www.london2012 からの写真 |
7 | লন্ডন২০১২. | サウジ国旗のもとに女性が参加する条件は次のとおりである。 |
8 | কম ওয়েবসাইটে সরকারি প্রতিনিধিদলের পৃষ্ঠা থেকে নেয়া ছবি। | 男女混合競技で戦わないこと、そして、とりわけ地味な格好をすることである。 |
9 | যেসব সৌদি পতাকার অধীন নারীদের অংশগ্রহণ স্বীকৃত হওয়ার শর্তগুলোর মধ্যে অন্যান্য কিছু ছাড়াও রয়েছে: তারা কোন মিশ্র খেলায় প্রতিযোগিতা করবে না এবং তাদের রক্ষনশীল পোশাক পরতে হবে। | ツイッターでは、サウジのブロガーであるAhmed Al Omranが自国代表のアスリートをリストアップした上で、こう嫌みを言っている。 |
10 | টুইটারে সৌদি ব্লগার আহমেদ আল ওমরান অলিম্পিকে তার দেশের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের তালিকা ভাগাভাগি করে কৌতুক করেছেন: | @Ahmed: ロンドン五輪で競うサウジのアスリートのリストだ。 |
11 | @আহমেদ: লন্ডন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা সৌদি ক্রীড়াবিদদের তালিকা। মজার ব্যাপার, সারাহ আতার নেকাব (হিজাব) ছাড়াই উপস্থিত হবেন http://www.london2012.com/athletes/country=saudi-arabia/index.htmx … | 興味深いことに、サラ・アタルはヘジャブを着用していない。http://www.london2012.com/athletes/country=saudi-arabia/index.html…… |
12 | তার নিজের ব্লগে আল ওমরান আরো বেশি ব্যাখ্যা করেছেন: | 自身のブログで、Al Omranは更にこう 説明する。 |
13 | মোল্লাদের তুষ্ট রাখার জন্যে সৌদি সবচেয়ে শীর্ষ ক্রীড়া কর্মকর্তা প্রিন্স নওয়াফ বিন ফয়সাল অলিম্পিকে মহিলাদের অংশগ্রহণের জন্যে একগুচ্ছ নিয়ম ঘোষণা করেছেন। | 聖職者たちをなだめるために、サウジのスポーツ省最高幹部 Nawaf bin Faisal王子は、女性の五輪参加のためのルールを発表した。 |
14 | সেই সব ক্রীড়াবিদরাই শুধু অংশ নিতে পারবে যারা “শরিয়া'র সঙ্গে সঙ্গতিপূর্ণ উপযুক্ত পোশাক পরবে” এবং “যে সব ক্রীড়াবিদের অভিভাবকরা রাজি এবং তাদের সঙ্গে থাকবেন,” তিনি স্থানীয় দৈনিক পত্রিকা আল-জাজিরাহ'কে বলেছেন। | 彼は、選手が参加できるのは「法典に従った適切な服装を身にまとい」「選手の保護者が彼女の出場を許可し、同行する」ときに限る、と地元紙のアルジャジーラに説明している。 |
15 | “খেলার সময় সেখানে অবশ্যই পুরুষদের সঙ্গে কোন মেলামেশাও থাকবে না,” তিনি যোগ করেন। | また、「競技開催中に男性と交際することもあってはならない」と付け加えている。 |
16 | খেলাটিতে সৌদি (মহিলা) ক্রীড়াবিদদের অংশগ্রহণের কথা শুনে সুলতান আল হিলালি নামের কথিত সৌদি টুইটার ব্যবহারকারী #عاهرات_الاولمبياد যার মানে হলো অলিম্পিকের পতিতা হ্যাশট্যাগটি ছড়িয়েছেন বলে জানা গিয়েছে। | ツイッターでは、Sultan Al Hilaiというサウジのツイッターユーザが「オリンピックの売春婦」という意味のハッシュタグ #عاهرات_الاولمبيادを広めた。 |
17 | হ্যাশ ট্যাগটির বিরুদ্ধে প্রচুর ক্রুদ্ধ প্রতিক্রিয়া এবং সমর্থনেও কয়েকটি পাওয়া গিয়েছে। | そこには競技に参加するサウジの選手たちの事が書かれているようだ。 ハッシュタグには多くの怒りのコメントと、少数の支持派意見がよせられた。 |
18 | আলজোহারা সাড়া দিয়েছেন এভাবে: | Aijoharaはこう答えている。 |
19 | @ভূপাতিতপরী: আপনি আমাকে ইউরোপের অন্ধকারাচ্ছন্ন যুগের কথা মনে করিয়ে দিয়েছেন; ধর্মের নামে আপনি একে অপমান এবং ঐ ব্যক্তিকে কলংক আরোপ করেছেন। | @SkittlesFairy: あなたを見ていると暗黒時代のヨーロッパを思い出す。 |
20 | এই ধর্মের সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই। | 宗教の名のもとで人を侮辱し、中傷している。 |
21 | সৌদি মহিলা ক্রীড়াবিদদের পতিতা আখ্যা দেয়া টুইটটির স্ক্রিনশট। | この宗教はあなたには関係ないことだ。 |
22 | রাশা আল দাউয়াসি যোগ করেছেন:: | サウジの女性選手を売春婦と呼んだツイートのスクリーンショット |
23 | @আরশা _ডি: মুসলিম দেশগুলো থেকে মুসলিম ক্রীড়াবিদরা বহু বছর ধরে অলিম্পিকে অংশগ্রহণ করছে। | Rasha Al Dowasiはこう付け加えている。 |
24 | খেলা তখনই পতিতাবৃত্তি হয়ে যায় যখন সৌদি মহিলারা এটি অনুশীলন করে | @Rsha_D: イスラム教国からイスラム教の選手たちがこれまでに何年も五輪に参加してきている。 |
25 | এছাড়াও অনেক নেটনাগরিক এই হ্যাশট্যাগ নিয়ে আসা টুইটার ব্যবহারকারীকে আইনের আওতায় আনার আহবান জানিয়েছে। | 競技はサウジの女性が行うときにのみ売春行為になる。 多くのネットユーザがこのハッシュタグを利用しているツイッターユーザを起訴することを求めている。 |
26 | খেলায় অংশ নিতে যাওয়া নারীদের পতিতা আখ্যা দেয়া টুইটটির স্ক্রিন ছবি অনলাইনে ঘোরাফেরা করছে। | 競技に参加する女性を売春婦と呼んでいるツイートのスクリーンショットが、ネット上で出回っている。 |
27 | এর উদ্দেশ্য হলো হ্যাশট্যাগটির পিছনের ব্যক্তিটির নামের কুখ্যাতি এবং লজ্জা। | このハッシュタグの人物を名指しし、恥をかかせるためである。 |
28 | সৌদি ব্লগার এমান আল নাজফান সৌদি মহিলাদের এবং অলিম্পিক সম্পর্কে তার চিন্তাধারা ভাগাভাগি করেছেন এখানে এবং এখানে। | サウジのブロガー、Eman AL Najfan はサウジ女性と五輪について、自身の考えをこことここで発信している。 |
29 | নিবন্ধ দু'টি ক্রস-পোস্ট করা হয়েছে গার্ডিয়ান পত্রিকাতে। | この二つの記事は、ガーディアン紙にも掲載されている。 |
30 | অন্যান্য যেসব দেশ প্রতিযোগিতা করার জন্যে প্রথমবারের মতো মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে পাঠাচ্ছে সেগুলো হলো পার্শ্ববর্তী কাতার এবং ব্রুনেই। | 五輪に初めて女性の選手を送り込む他の国は、隣国のカタールとブルネイだ。 校正:Yukari Sugimoto |