# | ben | jpn |
---|
1 | অমি খানগ্রি নামের একটি তুষার চিতার গতিবিধির অনুসরণ করতে নেপাল স্যাটেলাইট কলার ব্যবহার করছে | 絶滅危惧種を救え! |
2 | নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানায় একটি বাচ্চা তুষার চিতা। | ネパールで野生のユキヒョウに衛星発信機を装着 |
3 | ছবি তুলেছেন লিন্ডা আসপারো। | ニューヨーク・セントラルパーク動物園にいるユキヒョウの赤ちゃん。 |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৩)। | リンダ・アスパロ撮影。 |
5 | পৃথিবীর সবোর্চ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত হিমালয় পর্বতে বিশ্বের সুদর্শন তুষার চিতার সন্ধান পাওয়া গেছে। | 著作権:Demotix(2013年11月10日) |
6 | তবে তাদের অবস্থা সংকটাপন্ন। কেননা, পশম ও হাড়ের জন্য এরা প্রতিনিয়তই মানুষের হাতে মারা পড়ছে। | ヒマラヤ山脈の高地で、世界で最も美しい動物のひとつで発見が難しいとされる、ネコ科のユキヒョウが見つかった。 |
7 | মধ্য ও দক্ষিণ এশিয়া মিলে তাদের সংখ্যা ৩,৫০০-৭,০০০-এর বেশি নয়। | ユキヒョウは毛皮や骨を利用する目的で密猟され、中央アジアおよび南アジア全土で、野生の状態で残っている個体はわずか3500頭から7000頭である。 |
8 | এজন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার'স তাদের বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। | そのため危機にさらされているとして、国際自然保護連合(IUCN)の絶滅危惧種レッドリストに入っている。 |
9 | এদিকে তাদের গতিবিধি, আচার-আচরণ, বাস্তুসংস্থান ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশন এবং ডাব্লিউডাব্লিউএফ নেপাল-এর সহযোগিতায় নেপাল সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর তুষার চিতাদের স্যাটেলাইট রেডিও কলার পরিয়ে দিয়েছে। | ネパールの国立公園・野生生物保護局は、自然保護のためのナショナル・トラストとWWFネパールの支援を受け、1頭のユキヒョウに、このほど衛星発信機付きの首輪を取り付けた。 |
10 | ৫ বছর বয়সী অমি খানগ্রি'র দেখা মিলেছিল কাঞ্চনজঙ্গার ওলাংচুয়াং এলাকায়। | ネパールでのユキヒョウの動きを観察することにより、その行動と移動パターンや生息環境を知るためだ。 |
11 | এ অঞ্চলে এটিই দ্বিতীয় কোনো তুষার চিতা যার রেডিও কলার পরানো হয়েছে। নেপালে বিরল প্রজাতির একটি তুষার চিতার গলায় সফলভাবে স্যাটেলাইট-জিপিএস প্রযুক্তি যুক্ত কলার পরানো হয়েছে। | オミ・ハングリは、5歳のユキヒョウで、カンチェンジュンガ地区オランチュン・ゴーラにある山から名づけられた。 |
12 | বন্যপ্রাণি সংরক্ষণবাদীদের বিশ্বাস, এর মাধ্যমে নেপালের হিমালয় অঞ্চলের ৩৫০-৫০০ তুষার চিতার যাবতীয় বৃত্তান্ত জানা সম্ভব হবে। | 衛星発信機を付けられたユキヒョウはこれが2頭目だ。 |
13 | দুর্গম ভুখণ্ডে কঠিন কাজ | ネパールで、希少なユキヒョウにGPS装置付きの首輪を装着することに成功。 |
14 | হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে তুষার চিতার গতিবিধি লক্ষ্য রাখা এমনিতেই কঠিন। | 自然保護活動家は、その首輪から得られる情報が、ネパールのヒマラヤ山脈に生息する350頭から500頭のユキヒョウの保護に重要な役割を果たすだろうと期待している。 |
15 | সেখানে পর্বতের খাদে তাদের শরীরের পুরু, ফ্যাকাশে পশম ছদ্মবেশ দিয়ে কাজটিকে আরো কষ্টসাধ্য করে তোলে। | 厳しい環境での困難な作業 |
16 | দ্বিতীয় তুষার চিতাকে স্যাটেলাইট কলার পরাতে বিশেষজ্ঞদের দেড় বছরের মতো সময় লেগেছে। | この過酷で起伏の多い不毛の土地では、1頭のユキヒョウを見つけることすら難しい。 |
17 | তবে আনুষ্ঠানিকভাবে অমি খানগ্রিকে খোঁজা, ধরা এবং গলায় স্যাটেলাইট কলার পরাতে ২০ দিনের বেশি অপেক্ষা করতে হয়েছে। | ユキヒョウの白色に近い厚い毛並みには、濃い灰色から黒色の斑点があり、岩石に覆われた斜面では保護色となるからだ。 |
18 | তুষার চিতার স্যাটেলাইট কলার পরানোর ভিডিও রইলো এখানে। | 2頭目のユキヒョウに首輪をつけるまでに、専門家たちはおよそ1年半の歳月を費やした。 |
19 | যে এলাকায় তুষার চিতার রেডিও কলার পরানো হয়েছে, সেটার নাম কাঞ্চনজঙ্গা। | 政府当局は20日以上待ったが、ユキヒョウを見つけることはできなかった。 |
20 | পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত এটি। | さらに探し出したオミ・ハングリに衛星発信機を装着するには、捕獲方法を変更する必要があった。 |
21 | অসম্ভব সুন্দর একটা জায়গা। | ユキヒョウに首輪をつけている映像 |
22 | যদিও ২০০৬ সালের হেলিকপ্টার দুর্ঘটনার জন্য এর কুখ্যাতি রয়েছে। | そのユキヒョウが電波発信機を取り付けられた地域は、景色のよい美しい場所で、世界で3番目に高いカンチェンジュンガ山がある。 |
23 | সে দুর্ঘটনায় ২৪ জন বন্যপ্রাণি সংরক্ষণবিদ মারা যান। | しかしその地は、2006年に悲劇的なヘリコプターの事故があったことでも知られている。 |
24 | এদের মধ্যে বিশ্ববিখ্যাতও কয়েকজন ছিলেন। | 世界的に有名な自然保護活動家を含む24人のグループが、カンチェンジュンガのグンサでヘリコプターの墜落により命を落としたのである。 |
25 | এই দুর্ঘটনা সারাবিশ্বের বন্যপ্রাণি সংরক্ষণবিদদের শোকাতুর করে তোলে। | 一行は、カンチェンジュンガ保護地区の管理を現地の村に引き継ぎ、帰る途中事故にあった。 |
26 | অমি খানগ্রি'র স্যাটেলাইট কলার পরানো নতুন নয়। | 自然保護の歴史上、記憶に残るできごとだ。 |
27 | এর আগে নেপালে গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাঘ, গণ্ডার, এমনকি ঘড়িয়ালকেও রেডিও কলার পরানো হয়েছিল। | 衛星発信機の首輪を付けたのはオミ・ハングリのようなユキヒョウが初めてではない。 |
28 | তুষার চিতা রক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুষার চিতারা বিপদের মধ্যে আছে। | ネパールではこれまで、動物の行動調査のために、トラ、サイ、ワニにまでも発信機付きの首輪が取り付けられてきた。 |
29 | কারণ, গৃহপালিত পশুদের রক্ষা করতে মানুষজন তুষার চিতাদের হত্যা করে: | ユキヒョウ保護団体の報告によると、家畜を守ろうとする牧夫がユキヒョウを殺すために、ユキヒョウは危険にさらされている。 |
30 | তুষার চিতা ট্রাস্ট এবং তুষার চিতা সংরক্ষণ-এর মতো সংস্থাগুলো তুষার চিতাদের হত্যা করতে নিরুৎসাহিত করতে স্থানীয় পশুপালকদের জন্য শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছে। | ユキヒョウ・トラスト及び保護団体等の機関が行う指導プログラムにより、地域の牧夫がユキヒョウを殺すことを思いとどまらせることが重要である。 |
31 | তুষার চিতাদের হত্যা করার পরিবর্তে তাদের জন্তুদের কীভাবে নিরাপদে রাখা যায় সে বিষয়ে কার্যকর ধারনা দিচ্ছে। | 家畜の管理技術を向上させ、家畜を守るのにより効果的な方法を考案することで、最初の段階で殺させないようにすることができる。 |
32 | স্থানীয় সংরক্ষণ কর্মকর্তা এবং নেপালের অন্নপূর্ণা এবং এভারেস্ট অঞ্চলের তুষার চিতা সংরক্ষণ প্রকল্পের সমন্বয়কারী অনিল অধিকারী বন্যপ্রাণি রক্ষা করতে যেসব উৎসাহমূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে, সে বিষয়ের উপরে একটি ব্লগ লিখেছেন। | 地方保護局職員でありネパール・エベレスト地区及びアンナプルナ地区のユキヒョウ保護プロジェクト調整役であるアニール・アドヒカリのブログには、ユキヒョウの保護奨励策が他にも書かれている。 |
33 | এদের মধ্যে তুষার চিতার হাতে স্থানীয় পশুপালকদের প্রাণি মারা গেলে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়ও রয়েছে: | たとえばユキヒョウに家畜を殺された場合は、牧夫に対し補償金を払うといった方法だ。 |
34 | দলের বেশিরভাগেরই গৃহপালিত জন্তুর মালিক নয়, তবে কারো কারো বাড়িতে গৃহপালিত পশু রয়েছে। | 牧夫の多くが自分の家畜を所有しているわけではないが、家畜を持っているものもある。 |
35 | তুষার চিতা যদি এদের কারো বাচ্চা ইয়াক ধরে খায়, তাহলে তিনি ৭০০ রুপি (নেপালের মুদ্রা) ক্ষতিপূরণ পাবেন। | もし、ユキヒョウが赤ちゃんヤクを殺した場合、所有者は代償として700ルピーを受け取る。 |
36 | আর কারো যদি পূর্ণ বয়স্ক ইয়াক হত্যা করে, তবে তিনি পাবেন ১৫০০ রুপি (নেপালের মুদ্রা)। | 大人のヤクであれば、1500ルピーとなる。 |
37 | বন্যপ্রাণি সংরক্ষণবিদরা আশা প্রকাশ করছেন, অমি খানগ্রির গতিবিধি পরীক্ষা-নিরীক্ষা করে এদের সংরক্ষণে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। | オミ・ハングリの行動調査を通じて保護活動家が期待するのは、その毛皮や骨を目的とする密猟者や、仕返しのために殺そうとする牧夫からユキヒョウを守り、より良い保護活動を展開してゆくことだ。 |
38 | পশম ও হাড়ের জন্য তাদের আর মারা পড়বে হবে না। | 校正:Maki Ikawa |