# | ben | jpn |
---|
1 | ঘূর্ণিঝড় কপ্পুর কারণে ফিলিপাইনে বন্যা এবং ‘খাদ্য ভাণ্ডার’ হিসেবে পরিচিত এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে | 台風24号、フィリピンの穀倉地帯に直撃し甚大な被害! |
2 | ঘূর্ণিঝড় কপ্পুর গমন পথ। এটা ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে। | フィリピン北部を直撃した台風24号の進路。 |
3 | ছবি নেয়া হয়েছে @জিওভিপিএইচ থেকে। ঘূর্ণিঝড় কপ্পু (স্থানীয় নাম ল্যান্ডো) ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। | 写真:@govph |
4 | এতে করে দেশটির সবচে' বড় দ্বীপ হিসেবে পরিচিত লুজনের ৬টি অঞ্চলের প্রায় ৩০০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। | 台風24号がフィリピン北部を直撃し、フィリピン最大の島、ルソン島にある6つの地域に住む約30万人に影響がでた。 |
5 | ঘূর্ণিঝড় কপ্পুর কারণে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। | 台風24号の影響で複数の地域に強い雨が降り、複数の地域に甚大な洪水被害が出た。 |
6 | এর ফলে ফিলিপাইনের কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত কাগায়ান ভ্যালির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। | また、ルソン島の首都マニラや主要地方都市向けの食物を栽培しているカガヤン・バレー地方の農作物に多大な被害が及んだ。 |
7 | উল্লেখ্য, এই এলাকায় উৎপাদিত ফসল থেকেই মেট্রো ম্যানিলা এবং লুজনের শহরগুলোর খাদ্য চাহিদা পূরণ করা হয়ে থাকে। কপ্পুর কারণে অনেক এলাকার কমিউনিকেশন সিগন্যাল বিপর্যস্ত হয়। | さらに、台風24号が多くの地域に通信障害を引き起こしたため、目撃者は写真や映像、その他の情報など台風の威力を示す情報を遠隔地に伝えることができず、メディアの対応が遅れた。 |
8 | এ কারণে ঘূর্ণিঝড়ে প্রত্যন্ত অঞ্চলসমূহে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার ভিডিও, ছবি এবং অন্যান্য তথ্য প্রত্যক্ষদর্শীরা শেয়ার করতে পারেননি। | このような問題があったものの、#LandoPH のハッシュタグを追えば甚大な地域を受けた地域の洪水の状況は救援情報がよくわかる。 |
9 | এ সমস্যার পরেও ঘূর্ণিঝড় কবলিত এলাকার বন্যা, ত্রাণের খোঁজখবর জানতে #ল্যান্ডোপিএইচ হ্যাশট্যাগ একটি ভালো উপায় হতে পারে। | 下記に被害の状況を示したツイートを紹介する。 |
10 | কপ্পুর কবলে পড়ে ফিলিপাইনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, নিচের ছবিগুলো থেকে কিছুটা আন্দাজ করা যাবে। | オーロラ州カシグラン市は特に重大な被害を受けた。 |
11 | সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে আরোরা প্রদেশের কাসিগুরান এলাকা: | 台風24号によって倒壊した住宅街(オーロラ州カシグラン市) |
12 | ল্যান্ডোর কারণে আরোরা প্রদেশের কাসিগুরানের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। | 台風24号によって破壊された病院(オーロラ州カシグラン市) |
13 | ঘূর্ণিঝড় ল্যান্ডোতে কাসিগুরানের জেলা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। | 水田や田畑にも大きな被害が及び、数ヶ月前からひどい干ばつで苦しんでいた農家には二重の悲劇であった。 |
14 | ঘূর্ণিঝড় কপ্পুর কবলে পড়ে শস্য ক্ষেত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। | カガヤン州ツゲカラオ市のビフォーアフター #LandoPH |
15 | এর ফলে দেশটির কৃষকরা দ্বিতীয়বার দুর্যোগের কবলে পড়লেন। | 台風24号による農業被害と洪水 #Isabela #LandoPH |
16 | কয়েক মাস আগেও খরার কারণে সেখানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। | イザベラ州サンティエゴの農家は台風の被害を受けた農作物をできる限り回収すると言っている。 |
17 | ঘূর্ণিঝড় ল্যান্ডো এবং তৎপরবর্তী বন্যার কারণে ইসাবেলা এলাকার জমির ফসল নষ্ট হয়ে গেছে। | 農家の代表を務めるアントニオ・フローレスは政府に迅速な支援を要請した。 |
18 | সান্তিয়াগো ইসাবেলা এলাকার কৃষকরা জানিয়েছেন, তারা ঘূর্ণিঝড় ল্যান্ডোর হাত থেকে ফসল রক্ষা করার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। | ひどい災難にあった農家をすぐに助けるため、台風の被害を受けた地域に対し、借地料・土地購入時の分割支払金を猶予し、用水路使用代を免除して負担を軽減する必要がある。 |
19 | অ্যান্তোনিও ফ্লোরেস নামের একজন কৃষক নেতা কৃষকদের জন্য দ্রুত সহযোগিতা কর্মসূচি নেয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছেন: | また、生産費用の回収のため、食糧局は湿ったもみも乾いたもみも等級に関係なく買い取るべきだ。 |
20 | অবিলম্বে ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকার কৃষকদের জন্য জমির খাজনা প্রদান স্থগিত রাখতে হবে। | 同様に、政府は次の生産時期まで補償を延長すべきだ。 |
21 | তাছাড়া জমি সেচ ব্যবস্থার ফি'ও মওকুফ করে দিতে হবে। | 洪水はルソン島北部のカガヤン州にまで広がっている。 |
22 | ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে যথাশীঘ্রই ত্রাণ পৌঁছাতে হবে। | ドローンが撮影したトゥゲガラオ市の洪水の様子 |
23 | জাতীয় খাদ্য কর্তৃপক্ষের উচিত কোনো শ্রেণিবিন্যাস ছাড়াই সেটা ভেজা কিংবা শুকনো যাই হোক ধান কৃষকদের কাছ থেকে কিনে নেয়া। যাতে তারা উত্পাদন খরচ তুলে নিতে পারে। | カガヤン州ツゲカラオ市のビフォーアフター #LandoPH @cnnphilippines #Koppu (写真:Al Espaldon) |
24 | একই সাথে সামনের ঋতুতে ফসল বোনার সময়ে কৃষকদের যেন ভর্তুক্তি প্রদান করা হয়, তার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। | 台風24号は首都マニラにも被害を出した。 |
25 | বন্যায় কাগায়ান এলাকা ডুবে গেছে। এটি লুজন প্রদেশের সর্বউত্তরে অবস্থিত: | マニラ東部の郊外にあるマリキナ市ではマリキナ川の水位が上昇したため避難生活を送る人も見られる。 |
26 | ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে, তুগিউজারাও এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। #ল্যান্ডোপিএইচ | 台風24号の被害により、85世帯390名の住人がバランガイ市内のブルッグレイ体育館に避難している。( |
27 | ল্যান্ডোর আগে পরে কাগায়ানের তুগিউজারাও শহর। ঘূর্ণিঝড় কপ্পুর প্রভাব পড়েছে মেট্রো ম্যানিলাতেও। | マランディ マリキナ市) |
28 | মারিকিনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ম্যানিলার পূর্বে অবস্থিত উপশহর মারিকিনার লোকদের সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কপ্পুর কারণে মান্দালয়ের মারিকিনার ৮৫ পরিবারকে (৩৯০ জন) বুলেরাক জিমে স্থানান্তর করা হয়েছে। | 校正:Izumi Mihashi |