# | ben | jpn |
---|
1 | মিশর: জনগণ বিনামূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার চায় | エジプト:オープンソース・ソフトウェアを求める民衆の声 |
2 | মধ্যপ্রাচ্যের উত্থানে প্রযুক্তির মুক্তিদাতার ভূমিকা সম্পর্কে অনেক বলা হলেও অঞ্চলটিতে প্রযুক্তির মুক্তিদানে উত্থান পারস্পরিক যে ভূমিকাটি এখনো পালন করতে পারে সে সম্পর্কে বলার আরো কিছু বাকি রয়েছে। | [記事中のリンク先について、記載のないものは英語のサイトです] テクノロジーが中東の民主化運動に貢献してきたことは、これまで十分に取り上げられてきた。 |
3 | এই বুধবারে (২৬শে ডিসেম্বর) মিশরের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা তার সাম্প্রতিক একটি সভার সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে। | しかし、この民主化運動によるテクノロジーの自由化が依然として進んでいないことは、あまり取り上げられていない。 12月26日、エジプト首相の公式フェイスブックページにおいて、最近開かれたある会議の概要が投稿された[Ar]。 |
4 | এতে সরকার ৪কোটি ৩৮লক্ষ ডলার (প্রায় বাংলাদেশী ৩৫০ কোটি টাকা) মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স এবং সফ্টওয়্যার পণ্য লাভের জন্যে খরচ করতে সম্মত হয়েছে। | その内容は、エジプト政府がマイクロソフトから4,380万ドルでライセンスとソフトウェア製品を購入することに合意した、というものだった。 |
5 | সংবাদটি পড়ে অনেক মিশরীয় নাগরিক তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। | このニュースを知った多くのエジプト市民は怒りをあらわにし始めた。 |
6 | @আরআরকোয়ালিশন: সরকার মাইক্রোসফ্ট থেকে সফ্টওয়্যার নেওয়ার জন্যে ৪কোটি ৪০লক্ষ ডলার খরচ করছে, আর অন্যদিকে তারা দাবি করছে রাষ্ট্র প্রায় দেউলিয়া। | @rrcoalition: 政府は財政破綻寸前だと言っているのに、マイクロソフトのソフトウェアに4,400万ドルを支払うなんて。 |
7 | আয়া_আয়মান: হ্যাঁ, কারণ সরকার (তো) মিশরের সব দরিদ্র এবং গৃহহীনদের খাইয়েছে আর আশ্রয় দিয়েছে, আর মাত্র কয়েক লক্ষ অবশিষ্ট রয়েছে! | @Aya_Ayman: ほんと、政府は国内の貧しい人やホームレスをすべて養ったとして、その上でまだ何百万ドルも残るっていうわけ? |
8 | তারপরেও জনগণ বিপুল পরিমাণ টাকা ব্যয়ের কারণে ক্ষুদ্ধ তা নয়। | もっとも、こうした人々の憤りは、巨額の資金が使われることに対して向けられていたのではない。 |
9 | বরং তারা প্রধানতঃ অপেক্ষাকৃত কম খরচে শ্রেয়তর বিকল্প দেখতে পেয়ে খাপ্পা এবং যা কিনা স্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন সম্প্রদায়ের বিকাশে সাহায্য করতে পারতো। | そうではなく、エジプトのソフトウェア開発コミュニティの育成にも役立ち、コストもあまりかからない別の方法の存在が分かっていたことが、その憤りの主な理由だった。 |
10 | সামোরা আলী (@সামোরাআলি) এই ব্যানারটি টুইটারে ভাগাভাগি করেছেন। | Twitter上でSamar Ali (@SaMoRaAli) が共有したバナー |
11 | @গুয়ে৩বারা: এই (পরিমাণ) অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারের মুক্ত উৎস (ওপেন সোর্স) সফ্টওয়্যার ব্যবহারের জন্যে বিকল্প সমাধান খুঁজে বের করতে সরকার স্থানীয় সফ্টওয়্যার উন্নয়নকারীদের কাছে মাত্র দশ লক্ষ ডলার করলেই হতো। | @Gue3bara: 政府はこうしたことに資金を使わなければ、エジプトのソフトウェア開発者たちにオープンソース・ソフトウェアを利用した別のソリューションをたった100万ドルで開発させることができたかもしれない。 |
12 | ওমর একে মুক্ত উৎস সফ্টওয়্যারের অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন: | 「オープンソース・ソフトウェア」の意味については、Omar Akが簡単に説明した。 |
13 | @আই৩এমমুর: পিটি (পূর্বের টুইট) - মুক্ত উৎস (সফ্টওয়্যার) বিনামূল্যের পাশাপাশি পরিবর্তন করা যায় এবং নবায়নের দাবি করে না। | @i3mmoor:(承前)オープンソース・ソフトウェアとは、無償なだけでなく、改良が可能で、再開発を必要としないものである。 |
14 | #মুক্তমিশর. | #OpenEgypt |
15 | | 「開発のための知識へアクセスする拠点(Access to Knowledge for Development Center: A2K4D)」の創設者で、「オープンなアフリカ革新研究プロジェクト(Open Africa Innovation Research Project: Open A.I.R)」の運営委員会のメンバーであるNagla Rizkは、Twitter上で次のように発言した。 |
16 | উন্নয়নের জন্যে জ্ঞানে প্রবেশাধিকার কেন্দ্রের (এটুকেফরডি) প্রতিষ্ঠাতা পরিচালক এবং মুক্ত আফ্রিকা উদ্ভাবন গবেষণা প্রকল্পের (মুক্ত এ. | @naglarzk: この合意によって、エジプト市場におけるマイクロソフトの存在感が増す一方で、エジプトの中小企業(特にオープンソース・ソフトウェアに依存している企業)が市場で競争力を発揮する機会は減少してしまう。 |
17 | আই. আর) পরিচালনা পর্ষদের সদস্য নাগলা_রিজক টুইটারে যোগ করেছেন: | @naglarzk: マイクロソフトとの4,300万ドルの契約で、エジプトは実質的に一歩後戻りしてしまった。 |
18 | @নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে এই চুক্তিটি মিশরীয় বাজারে এর উপস্থিতি বৃদ্ধি করা ছাড়াও বাজারে স্থানীয় ছোট ছোট বিশেষ করে মুক্ত উৎস সফ্টওয়্যারের উপর নির্ভরশীল কোম্পানীগুলোর সম্ভাবনা হ্রাস করবে। | 開放・協調・自由を約束した改革の後では、なおさらだ。 #Egypt #OpenEgypt |
19 | @নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে ৪কোটি ৩০লক্ষ ডলারের চুক্তিটি #মিশরের জন্যে বিশেষ করে বিপ্লবোত্তর স্বচ্ছতা, সহযোগিতার ও স্বাধীনতার প্রতিশ্রুতির পর বাস্তব বিপত্তি। #মুক্তমিশর | Hossam El-Hamalawy (@3arabawy)は、この契約を締結すべきでない理由について詳細に述べた[Ar]。 |
20 | হোসাম এল-হামালাউয়ি (@৩অ্যা্রাবাউয়ি) কেন এই চুক্তিটি অনুমোদন করা উচিৎ নয় তার আরো বিস্তারিত কারণ [আরবী ভাষায়] প্রকাশ করেছেন। | また、他の多くの団体や個人は、この陳情書[Ar]に署名し始めた。 |
21 | এবং আরো অন্যান্য অনেক সংস্থা ও ব্যক্তিবর্গ এই পিটিশনটিতে [আরবী ভাষায়] স্বাক্ষর করতে শুরু করেছে। ঘটনাবলী এখানেই থেমে নেই। | それだけにとどまらず、12月30日に内閣府前で無言のデモを行うよう[Ar]、エジプトのオープンソース・コミュニティのメンバーたちが呼びかけた。 |
22 | বরং মিশরের ওপেন সোর্স কমিউনিটির সদস্যরা ৩০শে ডিসেম্বর তারিখে মন্ত্রীপরিষদের সামনে একটি মৌন বিক্ষোভের আহবান জানিয়েছে। | また、エジプトの別の地域でもデモの準備が進められている[Ar]。 |
23 | মিশরের বিভিন্ন স্থানে আরো অন্যান্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে হচ্ছে। | ハッシュタグの#OpenEgyptは、オープンソース・ソフトウェアとそのメリットについて広めるために現在使用されている。 |
24 | আর এখন জনগণকে মুক্ত উৎস সফ্টওয়্যার এবং এর সুবিধা সম্পর্কে জানিয়ে দিতে #মুক্তমিশর হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে। | 校正:Takuya Oshige |