# | ben | jpn |
---|
1 | চীন: ইরানী সাইবার বাহিনী চীনা সমালোচকদের লক্ষ্য করেছে, তবে সম্পূর্ণ লক্ষ্যচ্যুত হয়েছে | Iranian Cyber Army、中国の批評家を狙うが誤爆 |
2 | চীনের সব থেকে বড় সার্চ ইঞ্জিন বাইদুর উপরে ইরানী সাইবার বাহিনীর হামলা মঙ্গলবার (১২ই জানুয়ারী, ২০১০) বেশীরভাগ সময় ধরে চীনা টুইটার জগৎকে ব্যস্ত রেখেছে। | Iranian Cyber Army が中国最大の検索エンジン百度を襲撃した。 |
3 | আক্রমণের কারণ এখনো পরিষ্কার না, তবে কেউ কেউ ধারণা করছেন ইরানের সবুজ আন্দোলনের জন্য কিছু চীনা নেটিজেনের সমর্থনের জবাবে এটা হতে পারে। | 1月12日の中国ツイッター界はこの話題ではもちきりだった。 |
4 | কয়েক ঘন্টা পরে বাইদু কালো, সবুজ, সাদা আর লাল হয়ে যায়। | 襲撃の理由はまだ明らかになっていない。 |
5 | কারণ একদল চীনা হ্যাকার যারা নিজেদের চীনা হঙ্কার বলেন তাদের পাল্টা আক্রমণ শুরু করেন। | 中国のネット市民がイランの緑の活動への支持を表明したことへ反応したのだとみる向きもある。 |
6 | তাদের কার্যক্রমের মধ্যে ছিল তালিকা ধরে বিভিন্ন ওয়েবসাইট অপহরণ বা নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। | 百度の画面が黒、緑、白、赤に変わった数時間後、自らを Chinese Honker とよぶ中国人ハッカーグループが反撃した。 |
7 | এই তালিকায় ইরানের সুপ্রিম নেতা, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, পররাষ্ট্র, প্রতিরক্ষা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদির ওয়েবসাইট আছে অন্যান্যদের মধ্যে। | イランの最高指導者やアフマディネジャド大統領、外務大臣、防衛大臣、内務大臣など一連のウェブサイトを乗っ取ったり、ダウンさせたりしたのだ。 |
8 | তাদের কাজ এখনো এখানে দেখা যাচ্ছে। | 彼らの仕業はここで閲覧できる。 |
9 | চীনে বাইদু যেমন জনপ্রিয়, এটা চীনা কর্তৃপক্ষের প্রতি অনুগত আর এর ফলে কঠিন সেন্সরশীপের কাঁচিতে পরে এর সার্চের ফলাফল আর কোম্পানির অন্যান্য সার্ভিসগুলো। | 百度は中国で有名だが、中国当局に従順であり、検索結果や同社が提供するサービス上のユーザーコンテンツに対する厳重な検閲のせいでかなりの批判を浴びている。 |
10 | যখন এটা পরিষ্কার হল যে ইরানী সাইবার আক্রমণ কারীরা হয়তো ভাবছিলেন যে তারা প্রগতিশীল চীনা কন্ঠদেরকে বার্তা পাঠাচ্ছেন যারা তাদের সরকারের ব্যাপারে সমালোচনা মূলক, টুইটারে মজার কথা ছড়ানো শুরু হয়ে যায় যা অন্যান্য চীনা অনলাইন প্লাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। | |
11 | এটা এখনো জানা যায় নি যে দুই দেশের সাইবার- সেনারা বুঝতে পেরেছেন কিনা যে তারা কেন একে অপরকে আক্রমণ করেছিলেন। | イランのネットテロ犯がメッセージを送った相手は、どうやら中国政府を批判する進歩的な意見らしいと判明したとき、ジョークがツイッター上で飛び交い、ほかの中国のオンラインサービスにも飛び火した。 |
12 | আজকের টুইটার থেকে: | 両国のネット戦士自身も理解していないのかもしれない。 |
13 | @শিজাও: ইরানীদের হৃদয়ে আঘাত দিয়েছেন চীনারা … | なぜ互いに相手を襲撃しているのか。 |
14 | @লাইন_৪: যাই হোক না কেন ইরানী সাইবার বাহিনীকে বলবেন না যে চীনা ইন্টারনেটের জীবন জিএফডাব্লু। | 今日のツイッターから。 |
15 | যদি জিএফডাব্লু নষ্ট হয়ে যায়, চীন বন্ধ হয়ে যাবে। #CN4Iran | @shizhao: イラン人の気持ちは中国人によって傷つけられたんだろう… |
16 | @লিয়ানিউ: তাদেরকে এটা বলেন: ইরানী সাইবার বাহিনী, যেহেতু আপনারা বাইদুকে আক্রমণ করার পর থেকে, আমার জীবন জট পাকিয়ে গেছে, আমি টুইটারে যেতে পারছি না (আমার আমেরিকান একজন বন্ধু এই টুইট পাঠাতে সাহায্য করেছেন), আমরা চীনারা আমাদের ছেড়ে দেয়ার জন্য ভিক্ষা জানাচ্ছি। #সিএন৪ ইরান | @line_4:中国のインターネットの生命線は GFW (訳注:Great Firewall)だなんて、Iranian Cyber Army に絶対に教えちゃいけない。 |
17 | @এম্রান্তি: আমি খুশি দেখে বোকা সরকার পক্ষীয় ইরানী সাইবার বাহিনী সরকার পক্ষীয় বাইদু. | GFW が落ちたら中国も終わりさ。 |
18 | কমের পিছনে লাগছে। হ্যাঁ, আরো করুন! | @lianyue: 彼らに言ってやってよ。 |
19 | #সিএন৪ইরান @হেসাইটাও: বোকা ইরানী সাইবার বাহিনী বাইদু. | Iranian Cyber Army さん、あなた方が百度をダウンさせたから、ぼくの人生めちゃくちゃだ。 |
20 | কমের পিছনে লেগেছে। | ツイッターにたどりつけない。( |
21 | বোকা, এটা ভুল জায়গা! | アメリカの友達がこの tweet を代わりに送信してくれてる。) |
22 | সিএন৪ইরান | どうかわれわれ中国人を勘弁してやってください。 |
23 | @হেসাইটাও: ইরানী হ্যাকাররা যদি আমাদের জিএফডাব্লু নিতে পারে, বা আমরা যদি ওদেরটা নিতে পারি, দুই দিক দুইদিকের উপরে ভরে যাবে, আর যা শেষে থাকবে তা হল কয়েক হাজার মানুষ যারা এইসব থেকে বের হয়ে আসায় খুশি হবে, যারা দেখা হলে হাত মিলিয়ে একে অপরকে ধন্যবাদ জানাবেন। | @mranti: 親政府派の馬鹿な Iranian Cyber Army が新政府派の糞 Baidu.com をやっつけてる。 |
24 | তখন এই হ্যাকারদের কেমন অস্বস্তি হবে… | 楽しいな。 |
25 | @লেমনেড: ৪ ঘন্টা হয়ে গেছে বাইদু. | そうだ、もっとやってやれ! |
26 | কম ইরানী সাইবার বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। সিএন রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া জানাচ্ছে যে ডোমেইন রেজিস্ট্রারের তথ্য বিকৃতি আমেরিকার রেজিস্ট্রার দ্বারা করা হয়েছে। | @hecaitou: どあほな Iranian Cyber Army が Baidu.com をぶちのめした。 |
27 | @ডাক্সা: আমি খুশি যে বাইদু আক্রান্ত হয়েছে। | おばかさんたち、相手が間違ってるぜ! |
28 | এটা দারুন যে এই কোম্পানি যেটা নপুংশক, দলের দাস, কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল। | もしイランのハッカーがわれわれの GFW をダウンさせたら、またはわれわれがイランのをダウンさせたら、両サイドも開放されてせいせいするだろう。 |
29 | @ফিয়ারলেজ: এই দুই ঠিকানায় ইমেইল করুন, ইরানী সাইবার বাহিনীকে বলুন যে আমাদের ইন্টারনেটের মূল চাবি হলো জিএফডাব্লু! soldier@cyberarmyofiran.com soldier@ircarmy.com #CN4Iran | そして、であったときには握手してお互いに感謝するだろう。 |
30 | @সিসিটিভিওয়েব: শুনুন, ইরানী সাইবার বাহিনী, যদি আপনারা বাইদু. | そうしたらあのハッカーたちはどんなに気まずい思いをするだろうね… |
31 | কম পেয়েও থাকেন, আমাদের কাছে আরো শক্তিশালী কিউকিউ. কম, সিসিটিভি. | @LEMONed: baidu.com が Iranian Cyber Army によってハックされてから 4 時間経った。 |
32 | কম, পিপল. কম. | 中国当局が管理しているメディアはドメイン登録情報が合衆国の登録機関によって不正に加工されたのだと言っている。 |
33 | সিএন আর জিনহুয়ানেট. | @daxa: 百度がダウンしてうれしい。 |
34 | কম আছে। #সিএন৪ইরান | 自分から進んで去勢され、党の奴隷になった会社が、少しの間ぐらいダウンするのはいいことさ。 |
35 | | @fearlessz: この二つのアドレスにEメールして、Iranian Cyber Army に我々のインターネットの鍵は GFW だと教えてやれよ!soldier@cyberarmyofiran.com soldier@ircarmy.com |
36 | | @cctvWeb: Iranian Cyber Army よ、baidu.com はやっつけたとしても、もっと手強い qq.com と cctv.com、people.com.cn、xinhuanet.com が残ってるぜ。 |
37 | @কিউএমকিউ: #সিএন৪ইরান বাইদুকে হ্যাক করেছে এটা ফালতু কথা কারন আমরা সিসিটিভি. কম জিনহুয়ানেট. | @QmQ: 百度をハックするのは無意味だよ。cctv.com や xinhuanet.com を使えばいいから。 |
38 | কম ব্যবহার করি। কিন্তু আমি মনে করি না ইরানের সাইবার বাহিনী এইসব সাইট হ্যাক করতে পারে। | でも Iranian Cyber Army がハックできるとは思えなけどね。 |
39 | @এমএসভিফ্যাব: আমি সন্দেহ করছি বাইদু হ্যাক করা হয়েছে কারন তারা #সিএন৪ইরানে জানতে পেরেছে #ইরানিলেকশন কে সমর্থনের ব্যাপারটা। | RT @MsVFAB: @CN4Iran 百度がハックされたのは、 #cn4iran が #iranelection をハックしていると知っているからじゃないかな。 |
40 | তারা গতবার টুইটার হ্যাক করেছিল। | この前はツイッターをハックしていた。 |