# | ben | jpn |
---|
1 | মায়ানমার: এক প্রাচীন প্যাগোডার ভেঙ্গে পড়া | ミャンマー:古代仏塔が倒壊 |
2 | সম্প্রতি সংস্কার করার সময় মায়ানমারের এক প্রাচীন প্যাগোডা ভেঙ্গে পড়ে। | ミャンマーで、修復工事中だった古代の仏塔が倒壊し、少なくとも5人が死亡し、多数の作業員や巡礼者が負傷した。 |
3 | এই দুর্ঘটনায় পাঁচজন লোক মারা গেছে এবং অনেক শ্রমিক ও তীর্থযাত্রী আহত হয়েছে। | 倒壊した仏塔(New Era Journalより) |
4 | ডানোকে প্যাগোডার ভেঙ্গে পড়া অংশ (নিউ এরা জার্নাল থেকে) | これは、ヤンゴン管区ダラにある約55メートルのダノク仏塔だ。 |
5 | ১৮০ ফুট উঁচু ডানোকে প্যাগোডা দালা শহরে অবস্থিত, যা ইয়াঙ্গুন বিভাগের ইয়াঙ্গুন নদীর তীরে তৈরি করা হয়েছিল। | もともとこの仏塔はサイクロン・ナグリスによって被害を受け、修復工事が行われていた。 |
6 | এই প্যাগোডা নার্গিস নামক ঝড়ের প্রথম ক্ষতিগ্রস্থ হয়, যার জন্যে এর সংস্কার করা হচ্ছিল। ২০০৯ সালের মে মাসের সাত তারিখে ডানাকে প্যাগোডায় আমব্রেলা হোস্টিং নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। | 2009年5月7日、ダノク仏塔では、軍事政権トップのタン・シュ将軍夫人が出席し、傘の儀式が行われていた。 |
7 | এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল থান শুয়ের স্ত্রী। নিউ এরা জার্নাল জানাচ্ছে: | The New Era Journalは、以下の様に伝えている: |
8 | প্যাগোডার কাছে ডানোকে গ্রামে বাস করা এক বৃদ্ধ মহিলা বলছে, “বেলা প্রায় ২ টার সময় ঘটনাটি ঘটে। প্রথমে প্যাগোডার হিতি-তাও (অলংকার শোভিত চুড়া) ভেঙ্গে পড়ে, যদিও সে সময় জোরে কোন হাওয়া বইছিল না। | ダノク村で仏塔の近くに住む年配の女性は、「午後2時ごろ、最初に強風が吹いていたわ毛ではないのに hti-taw(仏塔のてっぺんの飾り)が崩れました。 |
9 | যারা সংস্কারের কাজ করছিল তারা এর চারপাশে বাধা কাঠামোর উপর দাড়িয়ে কাজ করছিল। তারা ভেঙ্গে পড়া হিতি-তাও ঠিক করার চেষ্টা করছিল। | 当時、梯子にのっていた作業員が、崩れた飾りを直そうとしました。 |
10 | প্রায় দশ মিনিট পর আমি একটা আওয়াজ বা গর্জন শুনলাম এবং প্যাগোডার পুরো অংশ ভেঙ্গে পড়লো, ধুলা উড়তে শুরু করলো এবং সবকিছু অন্ধকারে ঢেকে গেল। | 10分ほど後に、大きな音聞こえ、仏塔の先端部分のすべてが崩れ、ほこりが舞い上がりすべてが黒くなりました。 |
11 | আমি ভাগ্যবান, কিন্তু আমার এক ছেলে সেখানে কাজ করছিল। সে মাথায় আঘাত পায় এবং অন্যটি ছেলেটির হাত ক্ষতবিক্ষত হয় এবং সে পিঠে ব্যাথা পায়। | 私は運が良かったのですが、作業をしていた私の息子は頭にケガをし、もう一人の息子も、肩を打撲し背中が痛んでいます」と話した。 |
12 | প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সে সময় সেখানে প্রায় ১০০ জন লোক ছিল। | 目撃者は、当時仏塔付近には、仏塔修復チームと土曜日と日曜日にボランティアをしていた人を含め、およそ10人がいたと話す。 |
13 | যার মধ্যে ছিল সংস্কার করা শ্রমিকের দল, শনি ও রোবাবারে যার প্যাগোডায় স্বেচ্ছা শ্রম দেয় তারা। | その中には、ボランティアをしていた海軍士官もいて、その多くも負傷した。 |
14 | নৌবাহিনীর কর্মকর্তারা সেদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল এবং তাদের মধ্যে অনেকে আহত হয়েছিল। | 目撃者は New Era Journalに、次のように話した: |
15 | একজন প্রত্যক্ষদর্শী নিউ এরা জার্নালকে জানায়: প্যাগোডা সংস্কারের চুড়ান্ত পর্যায়ে ছিল। | 仏塔は、金箔を貼る準備ができ、最終段階にあったので、たくさんの人が梯子にのっていた。 |
16 | তাকে সোনার পাতা দিয়ে মুড়ে দেবার জন্য তৈরী করা হচ্ছিল। | そのために、飛び降りて逃げるのが難しい状態にあった。 |
17 | কাজেই সেখান থেকে লাফ দেওয়া এবং পালানো কঠিন কাজ ছিল। | 少なくともおよそ50人が、いまだ瓦礫の中に閉じ込められている。 |
18 | পাথরের টুকরোর নীচে প্রায় পঞ্চাশজন লোক আটকে ছিল। | およそ50人が、病院に搬送され収容された。 |
19 | পঞ্চাশজন আহত ব্যাক্তিকে আহত হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। | 現場にいた赤十字ボランティアは、こう話した: |
20 | ঘটনাস্থলে উপস্থিত একজন রেডক্রস কর্মী বলেন: | 現在までに、5人が亡くなった。 |
21 | যতদুর জানা যায় পাঁচজন এই ঘটনায় মারা গেছে। | 遺体はすでに、回収されている。 |
22 | তাদের মৃতদেহ ইতিমধ্যে বের করে আনা হয়েছে। | まだ埋められたままの人もおり、救助を試みているところだ。 |
23 | কিছু লোক তখনও চাপা পড়েছিল এবং আমরা তাদের বাঁচানোর চেষ্টা করি। উপরের উদ্ধৃতিটি নিউ এরা জার্নাল থেকে অনুবাদ করেছেন লেখক নিজে। | 上記で紹介したNew Era Journalからの記事は、筆者による翻訳です。 |
24 | মুল লেখাটি বার্মিজ ভাষায় লেখা হয়েছে। | 記事の原文はビルマ語。 |