# | ben | jpn |
---|
1 | লেবানন: পাম সানডে এবং ইস্টার উদযাপন | レバノン:枝の主日とイースターのお祝い |
2 | লেবাননে ৮ এপ্রিল,২০১২ তারিখে দুইটি খ্রিস্টান ধর্মীয় উৎসব পালিত হয়। | 2012年4月8日、レバノンでは2つのキリスト教の祝日のお祝いがあった。 |
3 | কিছু চার্চ জর্জিয়ান বর্ষপঞ্জী আনুযায়ী ইস্টার সানডে পালন করে আর অন্যান্য চার্চ জুলিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী পাম সানডে পালন করে। | グレゴリオ暦に従う教会ではイースターが、ユリウス暦に従う教会では枝の主日が祝われたためである。 |
4 | এর মানে হল কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী পরবর্তী রবিবার অর্থাৎ ১৫ এপ্রিল ইস্টার পালন করবে। | これはつまり、キリスト教徒の中にはイースターを次の日曜日、4月15日に祝う人たちもいるということだ。 |
5 | ২০১৩ সালে দুটো ইস্টারের মধ্যে ব্যবধান অনেক বেশি হবে একটি হবে মার্চের ৩১ তারিখ আর অপরটি হবে ৫ মে তারিখে। | 2013年には、グレゴリオ暦とユリウス暦ではイースターはさらに離れて、3月31日と5月5日となる。 |
6 | সিএস্টেক নামের একজন ডাচ মহিলা এক লেবাননি নাগরিককে বিয়ে করেছেন। | レバノン人男性と結婚したオランダ人女性、Sietskeは親族で行うイースターのお祝いについてこう説明している。 |
7 | তার পরিবারের ইস্টার উদযাপন সম্বন্ধে তিনি বর্ণনা করেন এভাবে: | 義姉の父の家では毎年、庭でイースターランチが開かれるの。 |
8 | আমার স্বামীর ভাইয়ের স্ত্রীর চাচাত ভাইয়েরা আসেন। | イースターエッグ探しもするのよ。 |
9 | আমার স্বামীর ভাইয়ের শ্বশুরের ভাইয়ের স্ত্রীগণও যোগাযোগ করেন। | それで、キリスト教徒であってもなくても、自分たちの教会のイースターでもそうでなくてもみんなやってくる(正教会では来週の日曜日にイースターを祝う)。 |
10 | তাঁরা কি আমার সঙ্গেও থাকতে আগ্রহী? | 前にも触れたように、オランダでは他人とみなされるような間柄だけど、ここではまったくもって親族なのよ。 |
11 | তাহলে শুনুন পারিবারিক মিলন মেলাটি কতদূর পর্যন্ত বিস্তৃত। | だから、義姉のいとこたちも来るし、その義姉のおじたちも夫婦で来るわ。 |
12 | আমার স্বামীর ভাইয়ের শ্বশুরের ভাইদের স্ত্রীগণের পিতামাতা পর্যন্ত এ তালিকায় যোগ করা যায়। | ややこしいけどここまで分かったかしら。 |
13 | লেবাননে পারিবারিক সম্পর্কের দীর্ঘ তালিকায় এঁরা অন্তর্ভুক্ত। | さらに義姉の兄弟の義父母も来るわ。 |
14 | হল্যান্ডে আপনি এ সকল ব্যক্তির সঙ্গে এমনকি দেখা করারও সুযোগ পাবেন না। | レバノンにはこういった親族関係を表す言葉があるのよ。 |
15 | বিয়ে কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার মত অনুষ্ঠানে এঁদের যোগদানের প্রশ্নই উঠে না। | オランダではこういう遠い親族の人たちに会うのは、ごくたまに結婚式やお葬式があるときくらいのものでしょう。 |
16 | লেবাননে আমি প্রত্যেক বছর তাদের সঙ্গে মিলিত হই। | でもここでは毎年会っているのよ。 |
17 | আমাদের দলের সদস্যসংখ্যা দিনদিন বেড়েই চলছে। | さらに、子どもたちが結婚すれば結婚相手の家族も加わるから、この集まりは大きくなっていくの。 |
18 | কারণ, ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে,সংসারে আসছে নতুন মুখ আর বৃদ্ধি পাচ্ছে দলের কলেবর। | 私たちの集まりには、(90代が3人いるんだけど)上は96歳から下は4ヶ月までいるのよ。 |
19 | আমাদের দলে চার মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন, এটা অনেকটা ইতালীয় পরিবারের মত। | ちょっとイタリア人の家族みたいよね。 |
20 | তবে আমি মনে করি ভূমধ্য সাগরীয় অঞ্চলের অধিকাংশ জনগণ একই চরিত্রের অধিকারী; যেমন, বৃহৎ পরিবার, অসংখ্য সামাজিক ও পারিবারিক আচার- অনুষ্ঠান পালন। | でも私が思うに、地中海周辺で暮らしているほとんどの民族に共通する特徴じゃないかな。 大家族で、お祝いやパーテイーがたくさんあるっていうのは。 |
21 | আপনি যদি অধিকাংশ লেবানীয় পরিবারকে বিবেচনায় আনেন তাহলে দেখতে পাবেন এ সকল পরিবারের প্রায় অর্ধেক সদস্য বিদেশে বসবাস করেন ( কেবল আমার স্বামীর পরিবারের কথাই যদি ধরেন, তিনি একটি অত্যন্ত ছোট পরিবারের সদস্য) - এই পরিবারের তিনজন চাচা, একজন চাচী এবং এগার জন চাচাত ভাই বিদেশে থাকেন। | たいていのレバノン人の一族では、親族の約半数が海外にいるということを考えてみると(私の夫はとても少ない一族の出身だけど、その夫側の親族だけとってみても3人のおじと1人のおば、11人のいとこが海外に住んでいて)、親族みんなが町にいるとなればどんなお祝いをすることになるか想像がつくでしょう。 イースターのときのSietskeの親族たちの写真。 |
22 | এবার আপনি কল্পনা করুন এঁরা সবাই দেশে থাকলে কী এক বিশাল জমকালো অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারতাম। | Sietske-in-beiroet.comから引用した画像 |
23 | সিএস্টেক-এর, ইস্টারের পারিবারিক ছবি। | Tarek Joseph Chemalyは、イースターエッグ探しはレバノンの伝統ではないと書いている。 |
24 | ছবিটি সিএস্টেক-ইন বেইরুট. ব্লগস্পট. | レバノンでは、イースターエッグ探しではなく「イースターエッグ相撲」をするんだ。 |
25 | কম থেকে নেওয়ায় হয়েছে। | ゆで卵どうしをぶつけて最後まで持ちこたえたものが勝者になる。 |
26 | তারেক জোসেফ চেমেলেই লিখেছে যে এগ হান্ট (ডিমের উপর রঙ করা) লেবাননের ঐতিহ্য নয়: | コレストロール値なんて知ったこっちゃない、だって最後には卵は食べなくちゃならないだろ? |
27 | লেবাননে আমরা এগ হান্ট করি না, তার বদলে আমরা “এগ ম্যাচ” নামক খেলা খেলি। | イースターのために絵付けされた卵。 |
28 | এতে একে অন্যের সিদ্ধ ডিম ধাক্কা লাগার জন্য পরস্পরে ডিমের দিকে গড়িয়ে দেই, তাতে যে শেষ পর্যন্ত সে ডিমটি টিকে থাকে তার মালিক বিজয়ী… এবং কোলস্টেরলের মাত্রা ভুলে যান- কারণ ঘটনাক্রমে ঠিক আপনাকে সেগুলোকে খেতে হবে? | ツイッターユーザーの@tarekfeghaliによる画像 |
29 | ইস্টারের জন্য রঙ করা ডিম। | 一方、正教会のキリスト教徒たちは枝の主日を祝った。 |
30 | ছবি টুইটার ব্যবহারকারী @তারেকফেঘালির | 枝の主日を祝うAudi主教。 |
31 | এদিকে, অর্থোডক্স খ্রিস্টান-রা পাম সানডে উদযাপন করে। | ベイルートの聖ジョージ教会で。 |
32 | বৈরুতের সেন্ট জর্জ অর্থোডক্স ক্যাথেড্রাল (চার্চ)-এর সামনে বিশপ আডি, পাম সানডে উদযাপন করছে। | ツイッターユーザーの@LebanonEguideによる画像 |
33 | ছবি টুইটার ব্যবহারকারী @লেবাননইগাইডের। বৈরুতের কেন্দ্রস্থলে সেন্ট জর্জ অর্থোডক্স ক্যাথেড্রাল-এ,পাম সানডে উদযাপন। | ベイルートの繁華街にある、聖ジョージ教会での 枝の主日のお祝い。 |
34 | ছবি টুইটার ব্যবহারকারী @এন্টোনীয়_হাদ্দাদ-এর। | ツイッターユーザーの @antoine_haddadによる画像 |
35 | বৈরুতে, আশরাফিয়ে নামক এলাকায় পাম সানডে উদযাপন। | ベイルートのアシュラフィーエ地区での枝の主日のお祝い。 |
36 | ছবি টুইটার ব্যবহারকারী @রিমামাকাতাবির। | ツイッターユーザーの@rimamaktabiによる画像 |